Sentence alignment for gv-ara-20120611-22971.xml (html) - gv-ben-20120623-27783.xml (html)

#araben
1مصر: استخدم تويتر للغش فى الثانوية العامةমিশর: হাইস্কুলে অসদুপায় অবলম্বনে টুইটের ব্যবহার
2وفقا للمدونين المصريين، فإن مواقع التواصل الاجتماعي تستخدم لتسريب امتحانات الثانوية العامة.মিশরীয় ব্লগাররা জানিয়েছে যে উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসে সামাজিক মিডিয়া ব্যবহৃত হচ্ছে।
3تلك المواقع التى كان لها الفضل في إنماء الثورات العربية، هي نفسها التي تتهم الآن باتاحة فرصة الغش للطلاب.আরব বিপ্লবের প্রণোদনা যোগানোর জন্যে যে মিডিয়াকে কৃতজ্ঞতা জানানো হয় সেই একই মিডিয়া এখন ছাত্র-ছাত্রীদের অসদুপায় অবলম্বনে সাহায্যের দায়ে অভিযুক্ত।
4كتب رامى يعقوب على تويتر:রামি ইয়াকুব টুইটারে লিখেছেন:
5طلاب المرحلة الثانوية يقومون بعملية “الغش الجماعى ” لإجابات الامتحانات التى تم تسريبها لليوم الثانى، ووزارة التربية والتعليم تنفي ذلك . مصر، لمزيد من المعلومات تابعوا وائل عباس على تويتر.@রামিইয়াকুব: হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা ২য় দিনের মতো ফাঁস হয়ে যাওয়া পরীক্ষার “গণ-উৎস” থেকে পাওয়া উত্তর দিচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় এটি অস্বীকার করেছে #মিশর আরো জানার জন্যে @ওয়ায়েলআব্বাস অনুসরণ করুন
6تحدد نتائج امتحانات الثانوية العامة نية ووجهة الطلاب في جميع أنحاء العالم العربي.আরব বিশ্ব জুড়ে হাইস্কুল পরীক্ষার ফলাফল ছাত্র-ছাত্রীদের বিশ্বাস নির্ধারণ করে।
7বিশ্ববিদ্যালয়ে স্পট ভর্তির নিশ্চয়তার কারণে শীর্ষস্থানের জন্যে প্রতিযোগিতা সাংঘাতিক।
8حيث تكون المنافسة على المراكز الأولى شرسة، إذ أنها تضمن الأماكن المهمة بالجامعات.হাজার হাজার ছাত্র-ছাত্রীরা এখন মিশরে তাদের চূড়ান্ত পরীক্ষায় বসেছে।
9ويؤدى الآلاف من الطلاب حاليا امتحاناتهم النهائية في مصر.এই পরীক্ষা চলবে ৪ঠা জুলাই পর্যন্ত।
10وتستمر الامتحانات حتى 4 يوليو / تموز المقبل.দক্ষ ব্লগার ওয়ায়ে্ল আব্বাস ঘোষণা করেছেন [আরবী ভাষায়]:
11يعلن المدون المخضرم وائل عباس:@ওয়ায়ে্লআব্বাস: হা-হা-হা!
12هاهاها العيال بتوع ثانوية عامة عاملين هاشتاج للغش على تويتر اسمه : عبيلو واديلو - لووووول هاموت من الضحك - ده بجد على فكره والله !!!অসদুপায় অবলম্বনের জন্যে হাইস্কুলের চূড়ান্ত পরীক্ষায় বসা বাচ্চাদের টুইটারে একটি হ্যাশট্যাগ রয়েছে। আমি হাসি থামাতে পারছি না।
13كما يضيف:আমি শপথ করে বলছি এটা কোন রসিকতা নয়।
14العيال بتتويت من جوه اللجان هاهاها - كده ها يحجبوا تويتر على فكرةতিনি আরো বলেছেন: @ওয়ায়েলআব্বাস: পরীক্ষাকক্ষের ভিতরে থেকে শিশুরা টুইট করছে।
15تشاركه أسماء نفس المخاوف:হা-হা-হা! এভাবেই তারা টুইটারকে অবরুদ্ধ করবে।
16منك لله انت وهوه بسببك هيقفلوا تويتر يادي النيشه هنفضفض فينا باه هنرجع الفيس تاني ولا جوجوبلسআসমা একই ভয় ভাগাভাগি করে লিখছেন: @আসমাইয়া: আল্লাহ যেন আপনার উপর প্রতিশোধ নেন!
17لقطة من شاشة البلاك بيرى تعرض رسالة تحوى اجابات الإمتحان التى تسربت، و المرسلة بواسطة وائل عباس على تويترআপনার কর্মের কারণে তারা টুইটার বন্ধ করবে। (এতসব) গলাবাজি তখন কোথায় যাবে?
18ويقول وائل عباس متحديا وزارة التعليم، المسئولة عن الامتحانات:আমাদের তখন ফেসবুক বা গুগল প্লাস ব্যবহারে ফিরে আসতে হবে
19ওয়ায়েল আব্বাসের টুইটারে পোস্ট করা ফাঁস হওয়া পরীক্ষার উত্তরসহ একটি ব্ল্যাকবেরী বার্তার স্ক্রিনছবি
20انا جالي الامتحان كله يا وزارة وسخة !!!আব্বাস পরীক্ষার দায়িত্বশীল শিক্ষা মন্ত্রণালয়কে চ্যালেঞ্জ করে বলেছেন:
21الاجوبة النموذجية فعلا عالبلاك بيري !!!@ওয়ায়েলআব্বাস: আমার কাছে সম্পূর্ণ পরীক্ষার প্রশ্ন আছে!!!
22ده سكرين شوت https://yfrog.com/a/img861/6812/2flly.jpgআদর্শ উত্তরগুলো আসলে ব্ল্যাকবেরী মেসেঞ্জারে রয়েছে, এবং এটা একটা স্ক্রিনছবি
23ويواصل وائل عباس:তিনি বলে চলেন:
24طيب انا وصلني حتى الان 15 سكرين شوت باجوبة امتحان اللغة الإنجليزية للثانوية العامة والامتحان لسه فاضل له ساعة ونص!@ওয়ায়েলআব্বাস: এখন পর্যন্ত আমি মাধ্যমিক স্তরের ইংরেজি ভাষার পরীক্ষার ১৫টি স্ক্রিনছবি পেয়েছে এবং পরীক্ষা শেষ হওয়ার এখনো দেড় ঘন্টা বাকি।
25حد عاوز يقدم بلاغ ؟؟؟؟؟؟؟কেউ কী একটি অভিযোগ করবেন?
26كما كتب:কয়েক মিনিট পরে তিনি টুইট করেছেন:
27معي الان 72 سكرين شوت لاجابات امتحاني اللغة العربية والدين !!!@ওয়ায়েলআব্বাস: এখন আমার কাছে আরবি ভাষা এবং ধর্ম পরীক্ষার ৭২টি স্ক্রিনছবি আছে
28في ذلك الوقت الذى تمت فيه كتابة هذا الموضوع، كان امتحان اللغة الإنجليزية قد انتهي، وكان وائل عباس يواصل نشر لقطات للامتحان تسربت في فيسبوك لمزيد من المعلومات اضغط هنا.এই পোস্টটি লেখার সময় ইংরেজি পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল এবং আব্বাস ফেসবুকে ফাঁস হওয়া পরীক্ষার স্ক্রিনশটগুলো এখানে প্রকাশ করতে ব্যস্ত ছিলেন। ইতোমধ্যে মাহমুদ নাসেফ প্রশ্ন করেছেন:
29وفي غضون ذلك، يسأل محمود ناصف: #عبيلو_واديلو‬ هاش تاج للغش الجماعى لطلبة الثانويه ..@এম৭মুদনাসেফ: হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের দলগতভাবে অসদুপায় অবলম্বনের জন্যে একটি হ্যাশট্যাগ রয়েছে।
30هو ده الجيل اللى هيقود المرحله القادمه ..এরাই পরবর্তী স্তরে নেতৃত্ব প্রদানকারী সেই প্রজন্ম নয় কী?
31فين وزارة التربيه والتعليم من المهزله دىকোথায় এই প্রহসনের (সেই) শিক্ষা মন্ত্রণালয়?
32للمزيد تابع وسم الغش الجماعي هنا.অসদুপায় অবলম্বনের হ্যাশট্যাগ এখানে পাওয়া যায়।