Sentence alignment for gv-ara-20111218-16604.xml (html) - gv-ben-20111219-21799.xml (html)

#araben
1مصر: ميدان التحرير يحترق .মিশরঃ তাহরির স্কোয়ার জ্বলছে
2هذا المقال جزء من تغطيتنا الخاصة ثورة مصر 2011এই প্রবন্ধটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3أشعلت قوات الشرطة العسكرية المصرية ميدان التحرير وأجبرت المتظاهرين أمام مبنى رئاسة الوزراء على الرحيل بالقوة في احتفالهم الأول ببداية الثورة العربية، والتي اندلعت عندما أشعل محمد بوعزيزي النار في نفسه بسيدي بوزيد، تونس.মিশরের সামরিক পুলিশ, আরব বিপ্লবের প্রথম বার্ষিকীতে তাহরির স্কোয়ারে আগুন ধরিয়ে দেয় এবং সংসদ ভবনের বাইরে বিক্ষোভ করতে থাকা নাগরিকদের সেখান থেকে সরিয়ে দেয়। তিউনিশিয়া্‌র সিদি বউজিদ শহরে বোয়াজিজি নামক এক ব্যক্তির নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা থেকে এই বিপ্লবের স্ফুলিঙ্গ জ্বলে উঠে।
4ويقوم النشطاء في مصر عبر الإنترنت بالعمل على تقديم شهاداتهم لما يجري على أرض الواقع الآن.এই মূহুর্তে সেখানে কি ঘটছে তা নিজে প্রত্যক্ষ করে সে বিষয়ে সরাসরি সংবাদ প্রদানের জন্য মিশরীয় নেট নাগরিকরা সেখান উপস্থিত রয়েছে।
5بدأت معركة اعتصام رئاسة الوزراء بالتأجج منذ يومين: قتل 8 أشخاص وأصيب ما يزيد على 300 نتيجة هجوم قوات الجيش على المتظاهرين الذين كانوا قد اعتصموا خارج المقر الرئيسي لرئاسة الوزراء بالقاهرة على مدار الثلاثة أسابيع الماضية، محتجين على تعيين الجيش كمال الجنزوري رئيساً للوزراء بداية هذا الشهر.গত দুইদিন ধরে #অকুপাইক্যাবিনেট বা সংসদ দখল নামক বিক্ষোভে সংঘর্ষের ঘটনা বৃদ্ধি ঘটেছে। এ মাসের শুরুতে সামরিক বাহিনী থেকে মিশরের প্রধান মন্ত্রী হিসাবে কামাল এল গানজোরিকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে কায়রোয় অবস্থিত প্রধান সংসদ কার্যালয়ের সামনে বিগত তিন সপ্তাহ ধরে চলতে থাকা এই বিক্ষোভের ঘটনায় আট জন নাগরিক নিহত হয়েছে এবং ৩০০ জন আহত হয়েছে
6وعقد الجنزوري مؤتمراً صحفياً أكد فيه على أن الجيش لن يهاجم المتظاهرين السلميين.নিয়োগ পাবার সাথে সাথে এল গানজোরি এক সংবাদ সম্মেলন করেন, তাতে তিনি জোর দিয়ে উল্লেখ করেন যে সামরিক বাহিনী শান্তিপূর্ন বিক্ষোভকারীদের উপর হামলা চালায়নি।
7بعده بدقائق، كان الهجوم الوحشي على المتظاهرين، لإبعادهم عن رئاسة الوزراء وإشعال النيران في ميدان التحرير.এর মাত্র কয়েক মিনিট পরে বিক্ষোভকারীদের প্রতি পুরোমাত্রার এক হামলা চলানো হয়। ওয়ানরেভুলুশন টুইট করেছে:
8في وقت ترجمة هذا المقال، يقوم النشطاء بتدوين شهاداتهم على تويتر.@নাগোল১: এখন এই মূহূর্তে #তাহরির স্কোয়ারে গণহত্যা সংঘঠিত হচ্ছে,#নাও#ইজিপ্ট, #নোস্ক্যাফ#মিডিয়াব্লাকউট
9يقول ثورة واحدة على تويتر:এবং সে আর্তনাদ করে উঠছে:
10هناك مذبحة تحدث الآن في التحرير!@নাগোল১:আমরা সেই স্কোয়ার হারিয়ে ফেলেছি!
11لا للمجلس العسكري.#তাহরির#ইজিপ্ট,#নোস্ক্যাফ!
12ويصرخ:সে ব্যাখ্যা করছে :
13لقد فقدنا الميدان! ويوضح:@নাগোল১: #তাহরির-এর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য তাজা বুলেট ব্যবহার করা হয়েছে।
14استخدم الجيش الرصاص الحي لتفريق متظاهري التحرير - وأجبرهم على مغادرة مقر رئاسة الوزراء والعودة إلى وسط الميدان.বিক্ষোভকারীরা স্কোয়ার থেকে যাতে সংসদ ভবনের দিকে না যাইতে পারে, তার জন্য বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়ে তাদের পিছু হটতে বাধ্য করে। এবং সে স্থানে থেকে তিনি সব দৃষ্টিগোচর করেন:
15ويحدد موقعه: أنا على بعد ثلاثة مباني من موقع الأحداث.@নাগোল১: যেখানে এই সংঘর্ষ চলছিল, আমি তার থেকে মাত্র তিনটি গলি পরেই অবস্থান করছিলাম।
16وقد كان الصوت عالياً جداً.এটা ছিল তীব্র এক সংঘর্ষ।
17وعلى تويتر، يشارك شريف عبد القدوس هذه الصورة من ميدان التحرير موضحاً:শরীফ কোউদাস এখন তাহরির স্কোয়ারের থেকে এই এলাকার উপর উপর তোলা তার এই ছবিটি টুইটারে প্রদান করেছে এবং ব্যাখ্যা করেছে :
18يشارك شريف قدوس هذه الصورة لميدان التحرير منذ دقائق على تويترশরীফ কোউদাস মাত্র কয়েক মিনিট আগে টুইটারে তাহরির স্কোয়ারের উপর তোলা তার এই ছবিটি প্রদান করেছে
19مجموعات من الجنود تجوب الميدان.@শরীফকোউদাস: সেনার স্কোয়ারে ঘোরাফেরা করছে।
20يتم ضرب بعض الناس بشكل عشوائي.বাছবিচারহীনভাবে নাগরিকদের পেটানো হচ্ছ।
21تحرق الخيم.শিবিরগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।
22يبدو التحرير وكأنه منطقة حرب.তাহরিরকে দেখে মনে হচ্ছে,এটা একটা যুদ্ধক্ষেত্র।
23ويضيف الصحفي:এই সাংবাদিক এর সাথে যোগ করেছে:
24لقد أتى جنود الجيش إلى الشقة التي نتواجد بها وأخذوا الكاميرات منا.@শরীফকোউদাস:আমরা যে সমস্ত অ্যাপার্টমেন্টে অবস্থান করছি, সামরিক বাহিনীর সদস্যরা এই মাত্র সেখানে প্রবেশ করল এবং আমাদের কাছে থাকা ক্যামেরাগুলো নিয়ে নিল।
25وكالعادة، لم يسلم الصحفيون من هذا الهجوم مثلهم مثل المتظاهرين.স্বাভাবিকভাবে, বিক্ষোভকারীদের উপর হামলা চালানোর সময় সাংবাদিকরাও বাদ যায়নি।
26تدون حياة اليماني بأن زملائها من الجزيرة مباشر قد تم إلقاء القبض عليهم أيضاً حياة اليماني:হায়াত আল ইয়ামানি নামক ভদ্রমহিলা টুইট করেছেন যে আল জাজিরার মুবাশ্বার নামক টিভি চ্যানেলের কয়েকজন সহকর্মী এই ঘটনায় গ্রেফতার হয়েছে।
27حياة اليماني: الشرطة العسكرية داهمت المكان اللي كنا بنصور منه الفجر واخدوا المعدات وقابضين على 3 من زمايلنا.@হায়াতএলইয়ামানী: সামরিক পুলিশ, আমার, আল জাজিরার মুবাশ্বার-মিশরের সহকর্মীদের গ্রেফতার করেছে, যারা ঘটনার শুরুতে এই ঘটনার দৃশ্য চলচ্চিত্রে ধারণ করছিল।
28@হায়াতএলইয়ামানী: ঘটনা শুরুর সময় আমরা, যেখান থেকে ঘটনার দৃশ্য চলচ্চিত্র ধারণ করছিলাম, সামরিক পুলিশ সেই এলাকায় প্রবেশ করে এবং আমাদের যন্ত্রপাতি জব্দ করে, আর সাথে তিন সহকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়।
29بِل ترو أيضاً في المشهد، ويدون مباشرة من الموقع.বেল ট্রিউও, সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি ঘটনাস্থল থেকে সরাসরি টুইট করেছেন।
30وهذه بعض تدويناته المحمومة حول الفوضى المندلعة: خيام تحترق في الميدان.যখন সংঘর্ষের বিষয়টি উন্মোচন হচ্ছিল সে সময় করা তার উন্মাদনা ভরা উল্লেখযোগ্য টুইটের কয়েকটি এখানে প্রদান করা হল:
31الجيش في كل مكان وبعنف شديد.@বেল ট্রিউ: এই ময়দানের [স্কোয়ারে] তাঁবু গুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
32أستطيع أن أسمع دوياً ولكني غير متأكد إن كانت أعيرة نارية.সেনা সদস্যরা সব জায়গায় ছড়িয়ে আছে এবং ভয়াবহ সংঘর্ষ চলছে। যে আওয়াজ শুনতে পাচ্ছি, নিশ্চিত নই যে সে গুলো গুলির আওয়াজ কিনা।
33التحرير في حالة فوضى.#তাহরির জুড়ে এক বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে।
34المتظاهرون مطاردين باتجاه الكورنيش جرياً بين السيارات.@বেলট্রিউ: বিক্ষোভকারীদের ধরে ধরে ধাওয়া করা হছে, রাস্তায় গাড়ি চলাচল করার মধ্যে তাদের ধাওয়া করা হচ্ছে।
35هذا سخيف.খুব বাজে একটা বিষয়।
36ويوضح آدم مكاري:#তাহরির এবং এ্যাডাম মাকারি দাবী করছে:
37قال رئيس الوزراء الجنزوري بأنه لن يتم استخدام العنف ضد المتظاهرين السلميين منذ عشرة دقائق.@এ্যাডামমাকারি:মাত্র দশ মিনিট আগে প্রধানমন্ত্রী গানজোরি বলেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোন ধরনের হামলা চালানো হবে না।
38ويضيف:#ইজিপ্ট।
39لقد استولى الجيش على ميدان التحرير وشارع القصر العيني - وقد أحكموا إغلاقه من الأسطح والشوارع المؤدية.এবং এর সাথে যোগ করেছে: @এ্যাডামমাকারি:সামরিক পুলিশ তাহরির এবং কাসর এল এইনে অবস্থান গ্রহণ করেছে- তারা সকল বাড়ীর ছাদে এবং সড়কের প্রবেশ পথে অবস্থান গ্রহণ করে, সব জায়গা রুদ্ধ করে রেখেছে।
40صور موجعة.বেদনাদায়ক এক দৃশ্য।
41ويشارك بهذه الصورة أيضاً:এবং তিনি এই দৃশ্যও তুলে ধরেছেন:
42التحرير يحترق.তাহরির জ্বলছে।
43يشارك آدم مكاري هذه الصورة لحريق التحرير على تويترওয়াইফ্রগে, এ্যাডাম মাকারি, জ্বলন্ত তাহরিরের এই ছবিটি প্রদর্শন করেছে।
44هذا هو ميدان التحرير الآن، لا أستطيع التعليق.@এ্যাডামমাকারি:এটাই এখন #তাহরিরের দৃশ্য, আমি নির্বাক#ইজিপ্ট#অকুপাইক্যাবিনেট
45ويوضح:তিনি ব্যাখ্যা করেন:
46تشعل قوات الشرطة العسكرية النيران في كل الخيام وما حولها، تكسر السيارات، وكل شئ..@এ্যাডামমাকারি: সামরিক পুলিশের চোখের সামনে পড়া অত্র এলাকার সকল তাবু তারা জ্বালিয়ে দিয়েছে, সকল গাড়ি ভাংচুর করেছে, সবকিছু……সকল কিছু তারা তছনছ করেছে।
47أي شئ. .#ইজিপ্ট
48هذا المقال جزء من تغطيتنا الخاصة ثورة مصر 2011