Sentence alignment for gv-ara-20110131-8607.xml (html) - gv-ben-20110129-15203.xml (html)

#araben
1مصر: هل سيقف الجيش بجانب الشعب المصري؟মিশর: সামরিক বাহিনী কি জনতার পক্ষে?
2هذه المقالة جزء من تغطيتنا الخاصة بإحتجاجات مصر 2011এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3تم نشر قوات الجيش لتنفيذ حظر التجوال الليلي عقب المظاهرات الهائلة التي اجتاحت مصر اليوم .আজ সারা দেশ জুড়ে এক ব্যাপক বিক্ষোভে অনুষ্ঠিত হয়েছে, সেই কারণে রাতের বেলা সান্ধ্য আইন জারীর বিষয়টি প্রয়োগের জন্য সামরিক বাহিনীকে তলব করা হয়েছে।
4وقوبل الخبر بدهشة عارمة على التويتر مع توارد بعض الأنباء عن وقوف الجيش لصالح الشعب.টুইটারে এই সংবাদটি বিস্ময়ের সাথে গ্রহণ করা হয়, সংবাদে প্রকাশ যে সামরিক বাহিনী জনতার পক্ষাবলম্বন করেছিল।
5وفيما يلي مجموعة مختارة من الأخبار التي وردت على تويتر من قلب المنطقة :নীচে সারা দেশ থেকে পাঠানো টুইটারে মধ্যে নির্বাচিত কয়েকটি অংশ তুলে ধরা হয়েছে।
6@flashboy: AJ report from Alexandria suggests the Egyptian army's decided which side they're on, and it's not Mubarak's - shaking protesters' hands.
7@flashboy: تقرير من الجزيرة من الإسكندرية أن الجيش قد قرر على أي جانب سيكون، وهو ليس جانب مبارك، حيث تصافح الجنود مع المتظاهرين .আলেকজান্দ্রিয়া থেকে আল জাজিরা ধারণা দিচ্ছে যে, মিশরীয় সামরিক বাহিনী সিদ্ধান্ত নিয়েছে তারা কোন দিকে থাকবে এবং তারা মুবারকের পক্ষে নয়- তারা বিক্ষোভকারীদের সাথে হাত মেলাচ্ছে।
8@news_view RT @BreakingNews: Egyptian army ordered onto the streets, but they do NOT appear to be taking any action against protesters -NBC's Richard Engel #Egypt #Jan25
9@news_view RT @BreakingNews: -تم إصدار أوامر للجيش المصري بالتحرك إلى الشوارع إلا أنهم لم يستخدموا العنف ضد المتظاهرين ريتشارد إنجل من أن بي سيআরটি@ব্রেকিংনিউজ: মিশরের সেনাবাহিনীকে রাস্তায় নেমে পড়ার আদেশ দেওয়া হয়েছে-কিন্তু দেখে মনে হচ্ছে না তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে-এনবিসি-এর রিচার্ড এনজেল#ইজিপ্ট#জান২৫
10@terriaminute: Demonstrators in Cairo surrounded a military vehicle, but they were cheering the army http://bit.ly/f6WPYV #jan25 #awesome
11@terriaminute: أحاط المتظاهرون في القاهرة بمركبات الجيش وكانوا يهتفون للجيش @SultanAlQassemi Must see: Egyptians saluting massive army presence in downtown Cairo.আরটি@হেইলগালভাটরন: কায়রোর বিক্ষোভকারীরা এক সামরিক যান ঘেরাও করে রেখেছে, কিন্ত তারা সামরিক বাহিনীর সদস্যের প্রতি উল্লাস ধ্বনি প্রদান করছে।
12#jan25 http://yfrog.com/h4a0rgj . @SultanAlQassemi عليك أن تشاهد تحية المريين لوجود الجيش في وسط القاهرة #jan25 http://yfrog.com/h4a0rgjআরটি@ড্যানিরামাদান: কাসার আল-নীল নামক সেতুর উপর চারটি সামরিক বাহিনীর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং বিক্ষোভকারীরা তার উপর উঠে উল্লাস ধ্বনি প্রদান করছে এবং মিশরের পতাকা নাড়ছে।
13@DannyRamadan: Four Army cars on Qasr al-Neel bridge and protesters are standing ontop of them cheering and waving Egypt flags.
14It looks peaceful. #jan25দেখে মনে হচ্ছে সব কিছু শান্ত রয়েছে।
15@DannyRamadanيعتلي المتظاهرون أربع مدرعات للجيش على كوبري قصر النيل هاتفيين وملوحيين باأعلام المصرية .
16ويبدوا الوضع سلمياً.
17#jan25#জান২৫
18@ReneeEverett: People cheering army on the streets of Cairo. #Egyptলোকজন কায়রোর রাস্তায় টহল দেওয়া সামরিক বাহিনীর সদস্যদের প্রতি উল্লাসধ্বনি প্রদান করছে।
19@ReneeEverett الشعب يهتف للجيش في شوارع القاهرة .
20#Egypt @ShahbazWeb: Looks like army is with the revolution - long live Tunis Fever!মনে হচ্ছে সামরিক বাহিনী বিপ্লবের পক্ষ- তিউনিশীয় যে বিপ্লব মিশরকে আক্রান্ত করেছে, তা দীর্ঘজীবী হোক।
21#Egypt #TunisFever #jan25#ইজিপ্ট#তিউনিশফিভার#জানু২৫
22@ShahbazWeb: يبدو كما لو كان الجيش مع الثورة تحيى تونس للأبد #Egypt #TunisFever #jan25
23@shamanyalkhaili Army joining forces with protests !!! ينضم الجيش للمتظاهرين !!!প্রতিবাদকারীদের সাথে সামরিক বাহিনীর সদস্যরা যোগ দিচ্ছে!!!
24@shamanyalkhaili
25@lishypo: “In other words, if the army ever decides to shoot into a crowd of unarmed protestors, it will be shooting with hardware provided by the US”
26@lishypo بمعنى آخر لو قرر الجيش إطلاق النيران على حشد من المتظاهرين العزل من السلاح سوف يضربون بمعدات مستوردة من الولايات المتحدةঅন্য কথায় বলা যায়, যদি সামরিক বাহিনী নিরস্ত্র প্রতিবাদকারীদের উপর গুলি চালানোর সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের যুক্তরাষ্ট্র কর্তৃক সরবরাহকৃত হার্ডওয়্যার দিয়ে গুলি করতে হত।
27@strangetales CNN: Nationwide curfew now in effect for #Egypt.সিএনএন:সারা দেশে কারফিউ জারী করা হয়েছে। #ইজিপ্ট।
28Nobody obeying it.কেউ তা পালন করছে না।
29Nobody enforcing it.কেউ তা পালন করার জন্য জোর করছে না।
30Protesters cheer the army's support. #jan25সামরিক বাহিনীর সমর্থনকে বিক্ষোভকারীরা উল্লাস ধ্বনির মাধ্যমে স্বাগত জানাচ্ছে।
31@strangetales على الرغم من إعلان حظر التجول إلا أن أحداً لم يخضع له ولم ينفذه أحد بالقوة .#২৫ এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
32ويهتف المتظاهرون للدعم الذي أظهره الجيش