Sentence alignment for gv-ara-20110618-11631.xml (html) - gv-ben-20110630-18502.xml (html)

#araben
1مصر: اختبار حقيقي لقوة تويترমিশর: টুইটারের সম্ভাবনা পর্যালোচনা করা
2هذا المقال جزء من تغطيتنا الخاصة لثورة مصر 2011আমাদের এই লেখাটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা বিশেষ কাভারেজের অংশ।
3إن كان هناك ما لفتت الثورة المصرية انتباه المصريين إليه فيما يخص الإعلام الاجتماعي فسيكون تويتر الذي ساهمت في تعريف آلاف المصريين عليه.যদি কোন একটা ক্ষেত্রে সাম্প্রতিক মিশরের বিপ্লব ‘চক্ষু উন্মোচক' হিসাবে কাজ করেছে সামাজিক মিডিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে কিভাবে হাজার হাজার মিশরীয় ক্ষুদ্র ব্লগের ওয়েবসাইট টুইটারের সাথে পরিচিত হয়েছে।
4في فترة تتجاوز قليلاً الثلاثة أشهر شهد مجتمع تويتر المصري نمواً ليس فقط في حجمه ولكن في محتواه وغاياته، فما بدأ كمجتمع هادئ وصغير تحول إلى ميدان سياسي اجتماعي ينبض بالحياة حيث يمكن مناقشة أي شئ بلا محظورات أو خطوط حمراء.তিন মাসের কিছু বেশী সময়ে, মিশরের টুইটার জগত কেবল আকারে বাড়েনি, বরং বিষয়বস্তু আর ভিন্নতার দিক থেকেও বেড়েছে। যা শুরু হয়েছিল একটা সাধারন, কম- পরিসরের গোত্র হিসাবে, সেটি দ্রুত একটা সরব সামাজিক- রাজনৈতিক এলাকায় পরিণত হয়েছে, যেখানে সব কিছু আলোচনার জন্য উন্মুক্ত আছে আর যেখানে আসলে কোন কিছু নিষিদ্ধ বা লাল দাগ টানা নেই।
5ألهمت هذه الروح واحداً من مستخدمي تويتر ومدوني مصر الناشطين علاء عبد الفتاح ليجمع أفضل ما في العالمين - تويتر وميدان التحرير - تحت مظلة واحدة.এইসব আলোচনার বিষয় মিশরের একজন সক্রিয় ব্লগার আর টুইটার ব্যবহারকারী আলা আবদ এল ফাত্তাহকে উজ্জীবিত করেছে (@আলা) দুই জগতের সব থেকে ভালোটা আনতে - টুইটার আর তাহরির স্কোয়ার- একই ছাতার নীচে।
6وكانت النتيجة ندوة تويتر، تجمع أشبه بالندوة أشار علاء إلى أهدافه في تدوينة بعنوان “الطيور على أشكالها تلتقي”.এর ফল হলো টুইট নাদোয়া- সেমিনারের মতো একটা সভা যা সম্পর্কে আব্দ এল ফাত্তাহ একটা ব্লগ পোস্টে মূল কথা তুলে ধরেছেন ‘একই ধরনের লোক, একত্র হচ্ছে' শিরোনামে।
7أقيمت الندوة في مركز دعم التنمية بالدقي - القاهرة في 12 يونيو / حزيران 2011، كان موضوع هذه المرة: الإسلاميون.কায়রোর ধনী এলাকা ডোক্কিতে সেন্টার ফর ডেভেলপমেন্ট সাপোর্টে ২০১১ এর ১২ জুন এই সমাবেশ হয়। এই পর্যায়ের আলোচ্য বিষয় ছিল ইসলামপন্থীদের নিয়ে।
8اتخذ حوار الإسلاميين الذين يثير الكثير من الضجة بالفعل على تويتر عدة جوانب منها كيف يراهم المجتمع المصري وكيف يرون هم مصر الديمقراطية المدنية بعد الثورة، وكان من الطبيعي أن يدعو علاء بعضاً من أبرز الإسلاميين على موقع تويتر لتوضيح هذه المسائل.এরইমধ্যে টুইটারে অনেক সাড়া জাগিয়েছে বিষয়টি যেখানে ইসলামপন্থীদের নিয়ে আলোচনা চলছে - মিশরীয় সমাজে তাদের কিভাবে দেখা হচ্ছে থেকে তারা কিভাবে একটা নাগরিক আর গণতান্ত্রিক বিপ্লবের পরের মিশরের কল্পনা করছেন এইসব কিছু। এটাই স্বাভাবিক যে আব্দ এল ফাত্তাহ সিদ্ধান্ত নেন টুইটারের কিছু নামকরা ইসলামপন্থীদের আমন্ত্রণের এইসকল বিষয়ে যে ধোঁয়াটে ভাব আছে তা পরিষ্কার করার জন্য।
9كان من ضمن المتحدثين إبراهيم هضيبي - الكاتب المستقل بصحيفة الجارديان وحفيد حسن الهضيبي المرشد العام الثاني لجماعة الإخوان المسلمين - بالإضافة إلى عبد المنعم محمود وأحمد سمير، الأخير عضو بجماعة الإخوان المسلمين والأول عضو سابق.বক্তাদের মধ্যে ছিলেন ইব্রাহিম হুদাইবি, গার্জিয়ানের মুক্ত কলাম লেখক আর মুসলিম ব্রাদারহুদের দ্বিতীয় জেনারেল গাইড (এমবি) হাসান হুদাইবির প্রৌপুত্র, আর সাংবাদিক আব্দেল মোনিম মাহমুদ ও আহমেদ সামির - আগের জন ভূতাপেক্ষ এমবি আর পরের জন এখনো এই দলের সদস্য।
10تناول هؤلاء المتحدثون خلال ثلاث ساعات علاقتهم بالجماعة ورؤيتهم الاقتصادية لمصر من وجهة نظر إسلامية وحاولوا أيضاً الإجابة على الأسئلة الشائكة الخاصة بالحريات المدنية في ظل حكم الجماعة لمصر.তিন ঘন্টার উপরে বক্তারা মুসলিম ব্রাদারহুডের সাথে তাদের সম্পর্ক আলোচনা করেছেন, মিশরের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গী থেকে তাদের অর্থনৈতিক দৃষ্টি আর এরই সাথে চতুর প্রশ্নের মুখোমুখি হয়েছেন মিশরে এমবি দ্বারা শাসিত সমাজে নাগরিক অধিকারের ব্যাপারে।
11وعلى طريقة تويتر يُسمح للمتحدثين والمشاركين بـ 140 ثانية فقط للإجابة على كل سؤال (تشبهاً بتحديثات تويتر ذات الـ 140 حرف كحد أقصى) وبدلاً من التصفيق للمتحدثين كان الحضور يلوحون بأيديهم على هيئة رمز تويتر، كما كانت هناك شاشة بالغرفة المزدحمة تعرض الصفحة الخاصة بالحدث على تويتر وتعرض التعليقات والصور ومقاطع الفيديو الخاصة باللقاء.টুইটারের ধরনে, বক্তা আর অংশগ্রহণকারীদের মাত্র ১৪০ সেকেন্ডে সাড়া দেয়ার সুযোগ দেয়া হয়েছিল প্রতি প্রশ্নের (এটা টুইটারের প্রতি টুইটে ১৪০ টা অক্ষর লেখার ব্যাপারটা) আর বক্তাদের জন্য তালি মারার পরিবর্তে, অংশগ্রহণকারীরা তাদের হাত নেড়ে পুনর্বার টুইট বার্তা পাঠানোর (রিটুইট করার) ব্যাপারে আগ্রহ জানিয়েছেন। এর সাথে ভীড়ে ভরা কামরায় একটা বড় স্ক্রিন যেখানে ‘টুইট নাওদা'র জন্য তৈরি করা টুইটারের পাতা দেখানো হয়েছে, যেখানে বক্তব্য, ছবি আর সভার ভিডিও আপডেট করা হয়েছে।
12لاقى الحدث الكثير من ثناء الحضور حيث يقول حسين عادل فهمي:অংশগ্রহণকারীরা সভার প্রশংসা করেছেন যেখানে হুসেন আদেল ফাহমির মতো ব্যবহারকারীরা জানিয়েছেন যে:
13ندوة تويتر فكرة مبتكرة ومبادرة رائعة، رأيي أن مرجعية مصر الإسلامية لا ينبغي أن تتعارض مع مفهوم الدولة المدنية.#টুইট নাদোয়া নতুন আর দারুন প্রচেষ্টা। আমার মত হলো মিশরের ইসলামী ইতিহাস নাগরিক রাষ্ট্রের ধারনার সাথে সংঘাত করতে পারে না।
14علاء عبد الفتاح في ندوة تويتر.Alaa Abd El Fattah at the Tweet Nadwa.
15صورة من مصطفى حسينPicture by Dr Mostafa Hussein.
16وأثنى دكتور مصطفى حسين على أداء علاء في إدارته للقاء أثناء عرضه لصور الندوة.ডঃ মুস্তাফা হোসেন নাদোয়ার ছবি দিতে গিয়ে সভার সঞ্চালক হিসাবে আব্দেল ফাতাহর অংশগ্রহনের প্রশংসা করেছেন।
17مشاركة واسعة في ندوة تويتر وعلاء أجاد إدارة اللقاء.#টুইটনাদোয়া তে অনেকে অংশ নিয়েছেন এবং @আলা একজন ভালো সন্চালক। http://twitpic.com/5arcqj
18ومي الزيني تقول:আর মাই জিনির মতো ব্যবহারকারিরা বলেছেন যে:
19حققت ندوة تويتر نجاحاً كبيراً، عادت روح الميدان.#টুইটনাদোয়া বড় সাফল্য পেয়েছে, তাহরিরের মূল ভাব ফিরে এসেছে।
20تنوع في الحضور وحوار رائع، شكراً لعلاء ومنال وللجميع.অংশগ্রহনকারীদের মধ্যে ভিন্নতা আর দারুন আলোচনা! ধন্যবাদ @আলা @মানাল আর সবাইকে
21وأكد علاء وجود جولة ثانية للحوار .আব্দেল ফাত্তাহ জানিয়েছেন যে আবার এই ধরনের টুইটারের আলোচনা হবে:
22كانت الندوة رائعة بفضل فريق العمل بأكمله، ليس لدي اتصال إنترنت الآن ولكن سنناقش الجولة الثانية قريباً. ثم يعود بعدها للعالم الافتراضي.দারুন একটা #টুইটনাদোয়া অনুষ্ঠানের জন্যে সবাইকে ধন্যবাদ, আমরা ইন্টারনেট বিহীন কিন্তু শীঘ্র পরেরটার কথা আলোচনা করবো।
23هذا المقال جزء من تغطيتنا الخاصة لثورة مصر 2011এরপর তিনি আবার ভার্চুয়াল পৃথিবীর কাছে ফিরে যান।