Sentence alignment for gv-ara-20110204-9057.xml (html) - gv-ben-20110206-15427.xml (html)

#araben
1مصر:مقتل خمسة أفراد فى ميدان التحرير مع بدء اليوم العاشر لمظاهرة مصرমিশর: মিশর বিক্ষোভের দশম দিনে তাহরির স্কোয়ারে পাঁচজন নিহত হয়েছে
2এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ
3هذا جزء من تغطيتنا الخاصه مظاهرات مصر 2011.সারা মিশর জুড়ে মুবারক বিরোধী বিক্ষোভ আজ দশম দিনে পা দিয়েছে।
4تكمل المظاهرات ضد مبارك إلى يومها العاشر في مصر، وتكتسح أخبار القتلى والمجروحين فى ميدان التحرير، حيث تعارك البلطجية المؤجرين مع المتظاهرين طوال الليل.কায়রোর তাহরির স্কোয়ার থেকে হতাহতের খবর আসছে। সেখানে সরকারের ভাড়াটে গুণ্ডারা সারারাত ধরে প্রতিবাদকারীদের সাথে সংঘর্ষে লিপ্ত ছিল।
5গতকালের পূর্ব পর্যন্ত বিক্ষোভের কেন্দ্রস্থল তাহরির স্কোয়ার ছিল লক্ষ লক্ষ লোকের শান্তিপূর্ণ এক এলাকা।
6إن ميدان التحرير الذي كان مصدر للمظاهرة المليونية السلمية قبل الأمس،الذى كان يحتشد فيه اكثر من 3 مليون مسيرة،فهو الآن يوصف بساحة المعركة.প্রায় ত্রিশ লক্ষ লোকের মিছিলের স্থানটিকে এখন এক যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করা হচ্ছে। মুবারক চলে না যাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা তাদের অবস্থান থেকে নড়বে না।
7تم عمل وحدات طبية وقد تطوع فيها الكثير من الأطباء و الممرضات لمعالجة المصابين.তাই সেখানে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র তৈরী করে স্বেচ্ছাসেবী ডাক্তার ও নার্সরা আহতদের সেবা দিচ্ছে।
8كما رفض المتظاهرين أن يتركوا التحرير قبل أن يتنحى مبارك عن الحكم.@ট্রাভেলারডাব্লিউ তাহরির স্কোয়ারে রয়েছেন এবং টুইট করেছেন:
9كتب@TravellerW من ميدان التحرير على توتيرতাহরির নামক এক যুদ্ধক্ষেত্রের মধ্যে দিয়ে হাঁটছি।
10أسير فى ساحة المعركة بالتحرير.অনেক আহত ব্যক্তি এখানে কাতরাচ্ছে।
11أعداد المصابين تترنح.সবার আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
12هذه فعلاً المقاومة.সত্যিকার অর্থেই যেন “এক প্রতিরোধ”।
13هذه ردود فعل أخرى لليوم.#মিশর#জান২৫ এখানে আজকের দিনের শুরুর কিছু প্রতিক্রিয়া আছে।
14এই সমস্ত প্রতিক্রিয়া আরবী ভাষায় লিখিত, এবং কিছুক্ষণের মধ্যেই এগুলোর অনুবাদ করা হচ্ছে।
15إطلاق الرصاص يستمر فى التحرير.শীঘ্র ফিরে আসুন। @এডামকারি: তাহরির-এলাকায় গুলি চলছে।
16كل السيارات تغير اتجاهها على كبري 6 أكتوبر.গাড়িগুলো অক্টোবর ৬ নামক সেতুর দিকে ফিরে যাচ্ছে।
17أنا لا اصدق كم اصبح هذا المكان منطقة حرب.বিশ্বাসই করতে পারছি না, এলাকাটি এতটা যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে।
18@EhCherif:@এহচেরিফ:
19رصاص حي من قناصة قتل 5عزل علي الاقل..বন্দুকধারীদের ছোঁড়া গুলিতে এ পর্যন্ত পাঁচজন নিরস্ত্র বিক্ষোভকারী মারা গিয়েছে ।
20شوفتي سفالة اكتر من كده؟আপনি কি এর থেকে বেশী (অমানবিকতা) কখনো দেখেছেন কি?
21@মানাল: গতরাতের নির্মম যুদ্ধে অনেকে মারা যাবার পর আমরা নতুন একটি দিনকে এই আওয়াজে স্বাগত জানালাম যে: জনতা খুনীর বিচার চায়।
22JustAmira@#জান২৫
23وقع الكثير من الضحايا بعد المذبحة التي حدثت امس، و قد استقبلنا اليوم الجديد بأنشودة جديده: الشعب يريد محاكمة القاتل.@আনাসআলাউয়ু: তাহরির স্কোয়ারের ভেতর থেকে মোনা সেইফ নামের একজন মিশরীয় একটিভিস্টের, একটি হৃদয়বিদারক সাক্ষাৎকার- http://www.youtube.com/watch? v=LSBJwsjakcg-এখানে রয়েছে।
24@আলা: তাহরির স্কোয়ার থেকে বেশ কিছুটা দূরে গিয়ে খাওয়া সারছি এবং বিশ্রাম নিচ্ছি।
25حوار محطم للقلب - منى سيف ناشطة مصرية من داخل التحرير http://www.youtube.com/watch?সেই সব বন্দুকধারীরা এখনো বিপ্লবীদের লক্ষ্য করে গুলি করছে। এ পর্যন্ত ৫ জন বন্দুকের গুলিতে নিহত হয়েছে।
26v=LSBJwsjakcg#জান২৫
27نأكل و نرتاح بعيدا عن ميدان التحرير، القناص لازال يصوب نحو المتظاهرين.@দিমা_খাতিব: আল জাজিরা কেবলই তাহরির স্কোয়ারে এক ডাক্তারকে দেখালো। তিনি নিজেকে আর ধরে রাখতে পারেননি।
28،5 قتلى حتى الآن.কেবলই কেঁদেই চলছেন। #জান২৫#মিশর
29دكتور من ميدان التحرير كان على قناة الجزيرة لم يستطيع أن يتمالك أعصابه و انهار فى البكاء.
30مبارك لم يشن حرباً واحده، على خلاف ناصر و السادات، حيث انه رجل بدون رؤية سياسية او اعداء-عدا شعبه.@আজিজাসামি: মুবারক, নাসের বা সাদাতের মত কোন যুদ্ধই করেনি, কারণ তার না আছে কোন রাজনৈতিক দর্শন এবং শত্রু, কেবল তার নিজের জনগণ তার শত্রু। #মিশর
31moneimpress@:@মোনেইমপ্রেস:
32إلي إعلامي التلفزيون المصري أن تدعمون شخص طاغية مصيره الرحيل ..মিশরীয় প্রচার মাধ্যমের প্রতি: যার দিন ঘনিয়ে এসেছে, এমন এক স্বৈরশাসককে সমর্থন করা বন্ধ করুন।
33انحازوا الي الشهب سريعا لن نحاسبكم #egypt #tahrir #jan25 #mubarakদ্রুত জনতার পক্ষে চলে আসুন। আমরা আপনাদের দায়ি করবো না (মুবারককে সমর্থন করার জন্য)
34IAbuhesham@:@আইআবুহেসাম:
35الجرحى في ميدان التحرير يرفضون ركوب الإسعاف ويصرون بأن يكون العلاج في الميدان حتى لا يتركوا الميدان لأنهم يؤمنون إيمانا بأنهم في رباط مقدسযারা তাহরির স্কোয়ারে আহত হয়েছে তারা অ্যাম্বুলেন্সে করে এলাকা ত্যাগ করতে অস্বীকার করছে এবং তারা সেখানে থেকে যেতে আগ্রহ প্রকাশ করছে। তারা বিশ্বাস করছে যে এটা শুভ এক লক্ষণ।
36محتاجين التبرع بالدم.@দিনা_আদেল: #মিশরের রক্তদাতা দরকার।
37ان كنت تستطيع التبرع الرجاء الذهاب الى جمعية رسالة فى المهندسين،المعادي و مصر الجديدة من 10ص الى 3 م. ت:0147872160আপনি যদি পারেন তবে অনুগ্রহ করে রাসালা অঞ্চলের মাদি, মোহান্দেসিন ও হেলিওপোলিস এলাকার থামুন (রাত ১০টা- রাত ৩টা) অথবা ০১৪৭৮৭২১৬০ নম্বরে ফোন করুন ।
38بعض من الناس يقومون بحملات لإطعام 4000 اسر نفذ من عندهم الطعام. للمشاركة تحدث الى مصطفى:0103778585 او مروة:0100057579@ইয়া৭ইউ৭: @জাস্টআমিরা, খাবার ফুরিয়ে গিয়েছে এমন ৪,০০০ পরিবারের জন্যে কিছু লোক খাবারের ব্যবস্থা করেছে।
39الرجاء النشر،حملات الإطعام: ايه:0107030903، دينا:0123337815যোগাযোগ করুন, এই সব নম্বরে, মোস্তফা ০১০৩৭৭৮৫৮৫, মারওয়া ০১০০০৫৭৫৭৯ …
40مراسل السى ان ان Ben Wedeman العنف ضد المتظاهرين هو الراعي الرسمي@ইয়া৭ইউ৭: @জাস্টআমিরা রাত তিনটার ক্ষেত্রে…যোগাযোগ করুন,,, আয়া ০১০৭০৩০৯০৩, দিনা ০১২৩৩৩৭৮১৫। দয়া করে খবরটি ছড়িয়ে দিন।
41إعتراف قوي!#মিশর #জান২৫
42@খাজেলটন: সিএনএনের বেন ওয়েডেম্যান [বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তপাত] “রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়” #জান২৫#মিশর
43“الشرطة عرضت عليا مبلغ من المال للتأيد مبارك” فى مصر:يمكن للجيش ان يستبدل الرئيس، لكن لا يمكن ان يستبدل الحكومة، لا يمكن تقبل الحكم المدني@হাবিব: কি কঠিন স্বীকারোক্তি, “মুবারকের পক্ষে মিছিলে যাবার জন্য পুলিশ আমাকে টাকা দিতে চেয়েছে” http://t.co/H88C1Br,@আলিভিয়েনইজিপ্ট-এর মাধ্যমে আরটি @ স্পিক২ (টু)টুইট
44@ওয়েড্যাডি: আরটি @বেনসিএনএন: কায়রোতে কানাঘুষা শুনতে পাচ্ছি, “মিশরীয় সেনাবাহিনী হয়তো রাষ্ট্রপতি পরিবর্তন করবে, কিন্তু কখনো শাসন পদ্ধতি পরিবর্তন করবে না, তারা কখনো বেসামরিক শাসন মেনে নিবে না“ #জান২৫
45اليوم العاشر يمر و لا اشعر بأننى اقل خوفاً من ما سوف يحدث.@ফিরাস_এ্যাট্রাকচি: যা বেরিয়ে আসছে, তাতে ১০ম দিনেও আমি আতঙ্কিত #মিশর#কায়রো#জান২৫
46@shmpOngO:@শ্যাম্পংগো:
47كل العرب مسلمين ومسيحيين سنة وشيعة بروتوستانت وأرمن وأرثوزوكس قوموا صلوا وادعوا لربنا يحمي الناس اللي في التحرير #JAN25সকল আরব মুসলিম এবং খ্রিস্টান, সুন্নি এবং শিয়া, প্রোটেস্টান্ট, আরমেন এবং অর্থোডক্স, উঠে দাঁড়ান এবং প্রার্থনা করুন।
48স্রষ্টার কাছে দোয়া করুন যেন তিনি তাহরির স্কোয়ারের যারা রয়েছে, তাদের রক্ষা করেন।
49اليوم رأيتوا اكثر من 300 شخص جريح بين جروح الرأس و الاذرع المكسورة هؤلاء البلطجية كانوا موجودين للقتل.@এইচ_ঈদ: আমরা সেখানে যেসব দস্যুদের মারতে গিয়েছি আজ আপনারা তাদের শ তিনেকের বেশী মাথা ফাটতে বা হাত ভাঙ্গতে দেখেছেন।
50اغثونا فى المسعدات الطبية للمجروحين. الرحاء الرجوع الى check www.stop404.org@ট্রেলাএলবি: আমাদের #মিশরে আহতদের চিকিৎসা সহায়তা দিতে সাহায্য করুন অনুগ্রহপূর্বক www.stop404.org দেখুন।
51هذه ثورة لكل العرب كما هى للمصريين يجب ان ننزل الى الشوارع غدا اينما كنا@কিমো৭৯: এটা যেমন মিশরীয়, তেমনি আরবদের বিপ্লব। আমরা যেখানেই থাকি না কেন, আগামীকাল আমাদের রাস্তায় নামা উচিৎ।
52#জান২৫