Sentence alignment for gv-ara-20141007-35485.xml (html) - gv-ben-20141016-45137.xml (html)

#araben
1بالصور: غزة تنتفض للاحتفال بالعيدছবিতে দেখুনঃ ঈদুল আযহা উদযাপনে ধ্বংস স্তুপ থেকে জেগে ওঠা গাজাকে
2يحتفل الفلسطينيون في غزة بعيد الأضحى المبارك تحت الوسم # #GazaEid و #غزة_بدها_تعيد.গাজার ফিলিস্তিনি নাগরিকরা #গাজাঈদ এবং # غزة_بدها_تعيد (যার অর্থ হচ্ছে গাজা ঈদ উদযাপন করতে চায়) নামক হ্যাশট্যাগের মাধ্যমে ঈদ-উল আযহা উদযাপন করেছে।
3تصور هذه الصورة المشاركة من قبل المركز الفلسطيني للإعلام أطفال في شارع تجاري مزدحم.প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার প্রদর্শিত এই ছবিতে দেখা যাচ্ছে যে ঈদের আগের দিন শিশুরা কেনাকাটার এক ব্যস্ত রাস্তায় হ্যাশট্যাগ মার্কেটিং করছে।
4مع أكثر من ألفي شهيد فلسطيني في أحدث هجوم إسرائيلي على قطاع غزة، لايزال يجد المواطنين أسباب للاحتفال بعيد الأضحى، الذي يحتفل في أنحاء العالم الإسلامي.গাজায় সম্প্রতি চালানো ইজরায়েলি হামলায় প্রায় ২,০০০ ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার পরেও গাজার নাগরিকরা এখনো ইসলামের অন্যতম উৎসব ঈদুল আযহা স্মরণীয় করে রাখার কারণ খুঁজে পেয়েছে, যে উৎসব সারা মুসলিম বিশ্বে অনুষ্ঠিত হয়।
5عيد الأضحى يتوج موسم الحج، الذي استقطب هذا العام 2 مليون حاج من جميع أنحاء العالم.ঈদুল আযহা অথবা ত্যাগের উৎসব অনুষ্ঠিত হয় হজ্ব মৌসুমে, যাতে এ বছর সারা বিশ্ব থেকে ২০ লক্ষ মুসলমান অংশ নিয়েছিল।
6في غزة، هناك أمل وسط الركام والدمار والخسارة.গাজায়, ইট পাথরের স্তুপ, ধ্বংসলীলা এবং জীবনহানির মাঝেও আশা জেগে রয়েছে।
7بدأ مستخدمو تويتر مشاركة صور من الشوارع المزدحمة والأسواق، وتبادل رسائل ايجابية عبر الوسم #GazaEid و#غزة_بدها_تعيد.টুইটার ব্যবহারকারীরা ব্যস্ত রাস্তা এবং বাজারের ছবি ছড়িয়ে দিতে শুরু করে এবং #গাজাঈদ এবং #غزة_بدها_تعيد ( গাজা ঈদ উৎসব উদযাপন) করতে চায় নামক হ্যাশট্যাগের মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে শুরু কর।
8الهجوم الذي استمر 50 يومًا وأدى لاستشهاد 2137 فلسطينيًا على الأقل، معظمهم من المدنيين، بينهم 577 طفلاً، وجرح 10 آلاف آخرين على الأقل، قد دمرت البنية التحتية للقطاع لكنها فشلت في التأثير سلبًا على معنويات المدنيين الذين انتفضوا من تحت الانقاض للاحتفال العيد.৫০ দিন ধরে চলা হামলা, যা অন্তত ২,১৩৭ জন ফিলিস্তিনি নাগরিকের জীবন হরণ করেছে, আর তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ সাধারণ নাগরিক, যার মধ্যে ৫৭৭ জন শিশু এবং এই হামলায় অন্তত ১০,৮৭০ জন নাগরিক আহত হয়েছে, যা হয়ত গাজার উপরিকাঠামো ধ্বংস করে দিয়েছে কিন্তু সাধারণ নাগরিকদের মানসিক শক্তির উপর আঘাত হানতে ব্যর্থ হয়েছে, যার ঈদ উদযাপনের জন্য ধ্বংস স্তুপ থেকে বেরিয়ে এসেছে।
9كان للهجوم تأثير ملحوظ على اقتصاد غزة، مع دمار معظم البنية التحتية المدنية: أكثر من 18 ألف منزل مدمر فضلاً عن أكثر من 100 مدرسة و 50 مركز للرعاية الصحية و17 مستشفى متضرر و20 مدمر.এই হামলা গাজার অর্থনীতিতে এক উল্লেখযোগ্য প্রভাব রেখেছে, তার ফলে এমন কোন সাধারণ নাগরিক নেই যাদের ঘরবাড়ি অক্ষত রয়েছেঃ গাজায় প্রায় ১৮০০ হাজারের বেশী বাড়ি, তার সাথে ১০০-এর মত স্কুল, ৫০টি স্বাস্থ্য কেন্দ্র এবং ১৭টি হাসপাতাল ক্ষতিগ্রস্থ অথবা ২০টি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে।
10يشارك محمد من صنعاء على تويتر صورة صبي صغير يلعب في لملعب مهدم:টুইটার ব্যবহারকারী সানা মুহাম্মদ এক কিশোরের ছবি প্রদর্শন করেছে যে কিশোর ধ্বংস হয়ে যাওয়া এক খেলার মাঠে খেলছে:
11العيد في غزة مختلف تماماًগাজার ঈদ একেবারে আলাদা।
12وصور عمر القطا رجل يحمل ذبيحة عيد:এই গতকাল, সিটিজেন ফটোগ্রাফার ওমর এলকাত্তা কোরবানীর পশু বহন করা এক ব্যক্তির ছবি তুলেছে:
13شاب فلسطيني يحمل الماعز التي تم شراؤها في السوق قبل عيد الأضحى في غزة.ফিলিস্তিনি এক নাগরিক, সে তার সাথে কোরবানীর এক ছাগল নিয়ে যাচ্ছে, যা ঈদুল আযহার আগে ক্রয় করেছে।
14وشارك صايل من غزة مجموعة من استعدادات العيد:গাজা থেকে সায়েল ঈদের প্রস্তুতির এক কোলাজ ছবি পোস্ট করেছে:
15استعدادات العيد في قطاع غزة في وقت سابق من اليوم.আজ সকালে তোলা এক ছবিতে গাজায় ঈদের প্রস্তুতি।
16هنا المزيد من الصور من أسواق غزة المزدحمة من حسن مصطفى هذا الاسبوع:এই সপ্তাহের শুরুতে গাজার ব্যাস্ত বাজারের আরো কিছু ছবি নীচে প্রদর্শন করা হল যা হাসান মুস্তাফার তোলা:
17الغزاويون يستعدون لعيد سعيد بعد انتهاء مجازر إسرائيل في الأشهر السابقة، غزة تستحق الحياة.গত মাসে ইজরায়েল সৃষ্ট ধ্বংসের পর গাজা আনন্দের ঈদের জন্য প্রস্তুত, গাজা জীবনকে ধারণ করার যোগ্য।
18وبطبيعة الحال، تتجلى روح عيد دائمًا بالمأكولات التقليدية، المعمول: الاستعداد للعيد.এবং অবশ্যই, ঈদের চেতন সবসময় দৃঢ় হয় ঐতিহ্যবাহী ঘরে তৈরী মা'মোএল-এর দ্বারা (খেজুরের তৈরি পিঠে):
19على الرغم من الألم، سيتمتع الأطفال بالعيد، تقول هبة من غزة:ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ চলছে। গাজা থেকে হিবা বলছে, বেদনা সত্ত্বেও শিশুরা ঈদ পালন করছে:
20#غزة_بدها_تعيد أطفال #غزة رغم الألم راح يعيدو pic.twitter.com/gnyIAWG83g
21- هبة من غزة Gaza (@hebagaza) October 3, 2014বেদনা সত্ত্বেও গাজার শিশুরা ঈদ উদযাপন করছে।
22المزيد من الصور من أسواق غزة، حيث تبدو الروح المعنوية على أعلى مستوى:
23مباشرة من شوارع غزة رغم الألم والحصار الإسرائيلي، سنحتفل.গাজার বাজারের আরো কিছু ছবি, যেখানে সবার মানসিক অবস্থা এখন অনেক চাঙ্গা:
24نسيبة أشارت أنه رغم العديد من التضحيات والخسائر التي تحملتها غزة الأشهر القليلة الماضية، فإن المدينة تصر على الاحتفال بالعيد:গাজা ঈদ উদযাপন করতে চায়। নুসেইবা উল্লেখ করেছে যে বিগত মাসগুলোতে অজস্র ত্যাগ এবং ক্ষতি (জীবন হানি ) সত্ত্বেও শহরটি ঈদ উদযাপন করতে চায়:
25#غزة هذا العام عيد الأضحى اجى عندها بكير ضحت بأبناءها وفلذات أكبادها ضحت بممتلكاتها .এই বছর ত্যাগের এই উৎসব গাজায় অনেক দ্রুত এসেছে, যে তার সন্তান এবং সম্পত্তি উৎসর্গ করেছে।
26بس برضو #غزة_بدها_تعيد pic.twitter.com/0QS7RUIZAvএই সকল কিছু সত্ত্বেও, গাজা ঈদ উদযাপন করতে চায়।
27- نسيبة حلس (@nosa_kh) October 1, 2014 وتنضم فرح لنسيبة ومئات مستخدمي تويتر الآخرين للتذكير أن غزة كانت تحت الهجوم خلال العيد الماضي:নুয়েসেবার সাথে ফারাহ এবং অন্য সব টুইটার ব্যবহারকারী যোগ দিয়েছে, যখন গত বছরের ঈদ কেমন ছিল তা উল্লেখ করার জন্য, উল্লেখ্য গত বছর ঈদের সময়ও গাজায় ইজরায়েলি হামলা চলছিল:
28لم يستطع سكان غزة الاحتفال بعيد الفطر خلال الحرب، لذا فإننا سنحتفل عيد الأضحى مرتين.যুদ্ধের কারণে গাজা বিগত ঈদুল ফিতর উদযাপন করতে পারেনি, কাজে আমরা এবার দ্বিগুণ উদযাপন করব। আর ঘটনা হচ্ছে তারা তা করেছে:
29بالفعل: يا سيدي، نحن مدرسة للحياة.জনাব, আমরা জীবন শিক্ষা দেই