Sentence alignment for gv-ara-20130709-30405.xml (html) - gv-ben-20130707-37269.xml (html)

#araben
1المصريون يطيحون بمرسي وحكم الإخوان المسلمينমুরসি এবং মুসলিম ব্রাদারহুডের শাসন উৎখাত করল মিশরীয়রা
2لم يعد محمد مرسي عضو جماعة الإخوان المسلمين رئيساً لمصر بعد احتجاجاتٍ عمت البلاد تنادي باستقالته منذ ٣٠ يونيو /حزيران لتتقلص فترة حكمه إلى سنة واحدة.মুসলিম ব্রাদারহুডের সিনিয়র সদস্য,মোহাম্মদ মুরসি এখন আর মিশরের প্রেসিডেন্ট নন। গত ৩০ জুন থেকে দেশ ব্যাপী তাঁর পদত্যাগের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হলে মুরসির এক বছরের শাসন দ্রুত শেষ হয়।
3وقد أعلن القائد العام للقوات المسلحة المصرية عبد الفتاح السيسي بأن رئيس المحكمة الدستورية سيكون رئيساً مؤقتاً للبلاد خلال المرحلة الانتقالية وسيتم إنشاء حكومة وطنية تكنوقراطية.মিশরীয় সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি কয়েক মিনিট আগে সরাসরি সম্প্রচারের ঘোষণায় বলেন, সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি নতুন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হবেন এবং একটি টেকনোক্র্যাট জাতীয় সরকার গঠন করা হবে।
4كما أعلن السيسي بأنه قد تم إيقاف العمل بالدستور المصري وسيتم التحضير لانتخابات رئاسية وبرلمانية.আল সিসি আরও ঘোষণা করেছেন, মিশরের সংবিধান স্থগিত করা হয়েছে এবং রাষ্ট্রপতি ও সংসদীয় উভয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হবে।
5وقد سعد الكثيرون لنهاية حكم الاخوان المسلمين لمصر، وغردت رشا عبد الله:মিশরীয় রাজনীতিতে মুসলিম ব্রাদারহুডের দিন শেষ দেখে অনেকেই খুশি। রাশা আবদুল্লাহ লিখেছেনঃ
6السيسي لحظة إعلانه نهاية حكم مرسي.আল সিসি মুরসির শাসন অবসানের ঘোষণা দিচ্ছেন।
7صورة ملتقطة من شاشة تلفزيون سي ان ان العالمية.সি এন এন থেকে স্ক্রিন গ্রাব @রাশাআবদুল্লাহঃ মিশর মুসলিম ব্রাদারহুডের পতন ঘটিয়েছে।
8@RashaAbdulla: مصر تطيح بحكم الإخوان المسلمين وتصنع التاريخইতিহাস তৈরি হচ্ছে। মিশরিয় হোসাম ইদ চিৎকার করে বলেতে চেয়েছেন [আরবি ভাষায়]:
9وغرد المواطن حسام عيد:@ইদঃ আর কোন [মুসলিম]ব্রাদারহুড থাকবে না।
10كما تقول المدونة ايمان عبدالرحمن عن ايقاف الدستور ساخرةً:এবং সংবিধান স্থগিতের ব্যাপারে ব্লগার এমান আব্দুলরেহমান ব্যঙ্গ পূর্ণ ভাষায় বলেছেন:
11@LastoAdri: إلى مزبلة التاريخ يا أعظم دستور في العاااااالم@লাস্তোআদ্রিঃ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান এখন ইতিহাসের আস্তাকুড়ে।
12كما تقول التي ترد عن بؤرة الثورة المصرية ميدان التحرير بوسط القاهرة:মিশরীয় বিপ্লবের উপকেন্দ্র, শহরের কেন্দ্রস্থল কায়রোর তাহারির স্কয়ার থেকে রিপোর্ট:
13@Beltrew: لم أر أبداً شيئاً كهذا في حياتي، أغنية بلادي بلادي تملأ أرجاء المكان بالإضافة للألعاب النارية #مصر@বেলট্রেওঃ এর আগে আমি এরকম কিছু দেখিনি: #মিশরের রাস্তায় ভিড় ও বেলাদি বেলাদি বেলাদি গানের সাথে বাজির বিস্ফোরণের গর্জন #মিশর
14في الوقت الذي أثار هذا الإعلان غضب مؤيدي مرسي ، يقول مصعب الشامي:মুদ্রার উল্টো দিকে, এই ঘোষণায় মুরসির সামরথক্রা ক্ষোভ প্রকাশ করেছেনঃ মসা এলশামি রিপোর্ট করেছেনঃ
15@mosaabrizing: هناك غضب جم يسيطر على اعتصامات الإخوان المسلمين وسمعنا إطلاق نار على مقربة.@মসাব্রিযিংঃ এমবি সাইটে খুব বিরক্ত। দূরবর্তী কামানের শব্দ শুনছি।
16كما تابع مواطنو العالم العربي التغييرات في مصر:আরবরাও মিশরের পট পরিবর্তনের এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেঃ
17غرد عبدالقدر الجندي من اليمن:ইয়মেনি আব্দুল্কাদের আল্গুনি টুইট করেছেনঃ
18@alguneid: الجيش المصري يسلب مرسي السلطة الآن@আল্গুইনিঃ #মিশর সেনাবাহিনী এই মাত্র মুরসিকে সরিয়ে দিল।
19من البحرين غردت سلمى:বাহারাইনি সালমা ব্যাঙ্গ করেছেনঃ
20@salmasays: جميلة يا #مصر@সালমাসেসঃ মিশর খুবই সুন্দর।
21وأيضا منصور الجمري من البحرين:বাহারাইন থেকে মন্সুর আল জামরি নোট লিখেছেনঃ
22@MANSOOR_ALJAMRi: المصريون يصححون المسار وينهون حالة الاختطاف التي تعرض لها الربيع العربي.@মন্সুরআল_জামরিঃ মিশরীয়রা পথ সংশোধন ও আরব বসন্তকে ছিনতাই করেছে।
23تحيا مصر.মিশর দীর্ঘজীবী হোক।
24أحمد من المغرب لديه وجهة نظر أخرى:এবং মরক্কোর আহমেদ ভিন্ন মত পোষণ করেনঃ
25@blafrancia: مصر في طريقها لتصبح باكستان..@ব্লাফরাঙ্কিয়াঃ মিশর পাকিস্তান হবার পথে।
26انتخابات وانقلاب..নির্বাচন এবং অভ্যুত্থান।
27انتخابات وانقلاب … انتخابات انقلاب..নির্বাচন এবং অভ্যুত্থান।
28والنتيجة: كفر بالديموقراطية وتطرف ديني وسياسيনির্বাচন এবং অভ্যুত্থান।
29ফলে গণতান্ত্রিক ব্যবস্থায় অবিশ্বাস এবং ধর্মীয় ও রাজনৈতিক চরমপন্থার সৃষ্টি হয়।