# | ara | ben |
---|
1 | مصر: غرامة لمبارك لقطع الإنترنت أثناء الثورة | মিশর: বিপ্লব চলাকালীন সময়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেবার কারণে মুবারককে জরিমানা করা হয়েছে |
2 | هذا المقال جزء من تغطيتنا الخاصة بالثورة المصرية 2011 | আমাদের এই প্রবন্ধটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা বিশেষ কাভারেজের অংশ। |
3 | ألزمت المحكمة في مصر تغريم الرئيس المخلوع حسني مبارك ومسؤلين آخرين بدفع 450 مليون جنيه (90 مليون دولار) لقطع خدمات الإنترنت والتليفون المحمول أثناء الثورة التي أسقطه، هذا ما أُعلن اليوم. | মিশরীয় এক আদালত মিশরের বিতাড়িত রাষ্ট্রপতি হোসনি মুবারক এবং তার সহযোগী কয়েকজন কর্মকর্তাকে ৫৪০ মিলিয়ন মিশরীয় পাউন্ড (৯০ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করেছে। মূলত বিপ্লবের সময় ইন্টারনেট এবং মোবাইল ফোন সেবা বিচ্ছিন্ন করে দেবার কারণে তাকে এই জরিমানা করা হয়। |
4 | | এই বিপ্লবের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে বিতাড়িত হতে হয়। |
5 | ونقلاً عن رويترز، فقد ألزمت المحكمة الإدارية مبارك بدفع 200 مليون جنيه، ورئيس الوزراء السابق أحمد نظيف 40 مليون جنيه، ووزير العدل السابق حبيب العدلي 300 مليون جنيه، وذلك للأضرار التي حاقت بالإقتصاد القومي. | তার এই বিচারের রায় আজকে ঘোষনা করা হয়। রয়টারের সংবাদ অনুসারে, মিশরের প্রশাসনিক আদালত মিশরের জাতীয় অর্থনীতির ক্ষতি করার কারণে মুবারককে ২০০ মিলিয়ন পাউন্ড, প্রাক্তন প্রধানমন্ত্রী আহমেদ নাজিফকে ৪০ মিলিয়ন পাউন্ড এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলিকে ৩০০ মিলিয়ন পাউন্ড জরিমানা করে। |
6 | الرئيس السابق حسني مبارك. | প্রাক্তন রাষ্ট্রপতি হোসনি মুবারক। |
7 | الصورة لآجينسيا برازيل (كرييتف كومنز اتريباساو 2ز. 2.5 البرازيل) | ছবি এজেন্সিয়াও ব্রাজিল-এর (ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এট্রিবিউশন ২. |
8 | وقد بدأ النظام الحاكم السابق بحجب تويتر مع بدء المظاهرات في 25 يناير، ثم فيسبوك في 26 يناير، وانتهت بقطع الإنترنت في 28 يناير. | ৫ ব্রাজিল অনুসারে ব্যবহার করা হয়েছে) যখন মিশরে মুবারক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়, তখন তার প্রেক্ষাপটে প্রথম ২৫ জানুয়ারিতে সেখানে টুইটার বন্ধ করে দেওয়া হয়। |
9 | وهذه بعض ردود الفعل التي نقلتها وسائل الإعلام. | এরপর ২৬ জানুয়ারিতে ফেসবুক এবং ২৮ জানুয়ারিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। |
10 | ينقل الكاتب سلطان القاسمي الإماراتيّ على تويتر: | এই ঘটনার প্রেক্ষাপটে আসা কয়েকটি নাগরিক প্রচার মাধ্যমের প্রতিক্রিয়া। |
11 | الجزيرة: مصر: غرامة لمبارك 90 ميون دولار لقطع الإنترنت وخدمالت التليفون المحمول خلال الثورة. | টুইটারে সংযুক্ত আরব আমিরাতের প্রাবন্ধিক সুলতান আল কাসেমি সংবাদ প্রদান করছে: |
12 | ترك هذا المبلغ مستخدمي تويتر في حيرة، فعملوا على حاسباتهم لمعرفة ما إذا سيكون لهم نصيب من الغنيمة: ويسأل محمد حمدي: | আল জাজিরাঃ মিশর: বিপ্লব চলাকালীন সময় ইন্টারনেট এবং মোবাইল সংযোগ বন্ধ করার কারণে মুবারককে ৯০ মিলিয়ন মার্কিন ডলার জরিমান করে হয়েছে। #জান২৫ |
13 | ليا كام فى ال90 مليون دول يعنى كده الشركات المفروض تدينا تعويضات عن الضرر و يخدو هما الفلوس ويضيف محمد يوسف: | এই জরিমানায় বেশ কয়েকজন মিশরীয় তাদের মাথা চুলকাচ্ছে, তারা তাদের ক্যালকুলেটর হাতড়ে বেড়াচ্ছে এই হিসাব বের করার জন্য যে, এই জরিমানার অর্থ গ্রাহকদের কাছে পৌঁছবে কিনা। |
14 | يبدو أن الحكم على مبارك مبني على أساس إقتصادي. | মোহাম্মদ হামদাই প্রশ্ন করেছে: এই ৯০ মিলিয়ন ডলার থেকে আমরা কত টাকা পাব? |
15 | | এর মানে হচ্ছে সে সময় আমাদের যে ক্ষতি হয়েছে কোম্পানীগুলোকে অবশ্যই তার ক্ষতিপুরণ প্রদান করা উচিত, নাকি তারা এই অর্থ নিজেদের পকেটে পুরে ফেলবে? |
16 | يجب أن يحاكم أيضاً على تسهيله قتل المتظاهرين، ومنع الإسعاف. | মোহাম্মেদ ইউসুফ, যে @জাওয়াজসফরকে টুইট করেছে, সে যোগ করেছে: |
17 | | মনে হচ্ছে অর্থনৈতিক কারণে মুবারককে শাস্তি প্রদান করা হচ্ছে, খুন এবং জরুরী সাহায্য চাওয়ার ব্যবস্থা বন্ধ করার কারণে তার বিচার হওয়া উচিত। |
18 | ويضيف المحامي المصري جمال عيد، مدير الشبكة العربية لمعلومات حقوق الإنسان: | #ইজিপ্ট মিশরের এক আইনজীবী এবং আরবের মানবাধিকার তথ্য যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান গামাল ঈদ যোগ করেছে: |
19 | قضيتنا ضد شركات الاتصالات نتهمهم بالمشاركة الجنائية في قتل الثوار المصريين ،لحين اثبات انهم أبرياء بالوثائق http://www.anhri.net/? | আমাদের মামলা ছিল টেলি যোগাযোগ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। তদের বিরুদ্ধে আমাদের অভিযোগ যে তারা মিশরীয় প্রতিবাদকারীদের খুনের সহযোগী। |
20 | | ততক্ষণ পর্যন্ত তাদের উপর এই অভিযোগ বজায় থাকবে, যতক্ষণ না তারা তথ্য প্রমাণ সহ নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারে। |
21 | p=31086 | |