Sentence alignment for gv-ara-20111214-16495.xml (html) - gv-ben-20111213-21695.xml (html)

#araben
1মিশরঃ নাগিব মাহফুজের জন্ম শতবার্ষিকী উদযাপন
2আজ (১১ ডিসেম্বর) মিশরের নোবেল সাহিত্য পুরষ্কার বিজয়ী এবং অন্যতম উপন্যাসিক নাগিব মাহফুজের শততম জন্মদিন।
3مصر: الاحتفال بمئوية نجيب محفوظআজকের এই দিনটাকে টুইটারে স্মরণ করা হচ্ছে।
4يصادف اليوم الذكرى المئويّة للروائيّ المصريّ الرائد والحائز على جائزة نوبل للآداب نجيب محفوظ، مناسبة تم تذكُّرها على تويتر.নাগিব মাহফুজ, ১১ ডিসেম্বর ১৯১১-এ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করে।
5ولد محفوظ في 11 من شهر كانون الأول/ ديسمبر 1911، حاز على جائزة نوبل للآداب عام 1988، نشر الكاتب المبدع أكثر من 50 رواية و350 قصّة قصيرة، بالإضافة إلى خمس مسرحيّات والعديد من سيناريوهات الأفلام خلال مسيرته الممتّدة 70 عاماً.অজস্র লেখা লিখে যাওয়া এই দুর্দান্ত লেখক, ৫০ টির মত উপন্যাস এবং ৩৫০ টি ছোট গল্প লিখেছেন, এছাড়াও তিনি ৫টি নাটক এবং পেশাগত জীবনে অজস্র চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন। তিনি প্রায় ৭০ বছর ধরে তাঁর এই লেখার কাজ চালিয়ে যান।
6على تويتر، يُذّكر الأديب والروائي المصري إبراهيم عبد المجيد:টুইটারে, ইব্রাহিম আব্দেল মাগুইদ উল্লেখ করেছেন [আরবী ভাষায়]:
7@ibrahimabdelmeg: النهاردة عيد ميلاد نجيب محفوظ . زي النهاردة من 100 سنة اتولد ضمير للوطن@ইব্রাহিমআব্দেলমেগ: আজকের দিনটাকে নাগিব মাহফুজের জন্মদিন হিসেবে উদযাপন করা হচ্ছে।
8الاحتفاء بمئويّة نجيب محفوظ، الصورة من ويكيميديا نشرت وفقاً لرخصة العموميات الخلاقة.এখন থেকে ১০০ বছর আগে ঠিক আজকের এই দিনে এই জাতির এক বিবেক হিসেবে পরিচিত, এক ব্যক্তির এই পৃথিবীতে আগমন ঘটে।
9تتساءل نيرمين إدريس:নাগিব মাহফুজের জন্মদিন উদযাপন।
10@NermeenEdrees: أتساءل عمّا إذا كانت الأقنية التلفزيونيّة تبثُّ أعمال محفوظ طوال اليوم!ছবির কৃতিত্ব উইকিমিডিয়া কমন্সের, (সিসি বাই-এসএ ৩. ০) -এর মাধ্যমে ব্যবহার করা হয়েছে।
11تمنّت ليلى الطحاوي لو أنّ محفوظ -الذي توفّي عام 2006- كان حاضراً ليشهد الثورة المصريّة المستمرّة، كتبت على تويتر:নারিমান ইদ্রিস বিস্মিত: @নারিমানইদ্রিস:আজ যদি টিভি চ্যানেলগুলো #মাহফুজের লেখা কাজ সমূহকে সারাদিন ধরে চালাতে থাকে!
12@Laylatahawy: السلام لروحك نجيب محفوظ، هو واحد من الأشخاص القلائل الذين تمنّيت أن يشهدوا ثورتنا. #mahfouz #egyptলায়লা এল তাহওয়ায়ি ভাবছেন, নাগিব মাহফুজ, যিনি ২০০৬ সালে মারা গেছেন, তিনি যদি আজ মিশরের চলতে থাকা বিপ্লবকে দেখে যেতে পারতেন।
13يشرح محمّد عادل:ভদ্রমহিলা টুইট করেছেন:
14@mhmdadl: حينما أقرأ بعض روايات نجيب محفوظ التى أثارت جدلا حول الدين، أتيقن من مدى إيمان هذا الرجل، ولكن شتان بين إيمان العقل وإيمان الوراثة.@লায়লাতাহওয়ায়ি:শান্তিতে ঘুমাও মাহফুজ, সামান্য যে কয়জন মানুষকে আমি এই বিপ্লবের প্রত্যক্ষদর্শী হতে দেখতে চেয়েছিলাম, নাগিব মাহফুজ তাদের মধ্যে অন্যতম।
15يختتم ماثيو:#মাহফুজ#ইজিপ্ট
16মুহাম্মাদ আদেল ব্যাখ্যা করেছে [আরবী ভাষায়]:
17@এমহাম্মাদাল:যখনই আমি নাগিব মাহফুজের কোন বই পড়ি, যা কিনা ধর্মীয় কারণে বিতর্কের সৃষ্টি করে, আমি তা পাঠ করে উপলব্ধি করি যে, এই মানুষটি একটি বিশেষ মাত্রার বিশ্বাস উপভোগ করত।
18@harafish1: مئويّة محفوظ تصادف اليوم، على الرغم من كون محفوظ غير موجوداً بيننا الآن، لكن كتبه ستبق ملهمة وستبق خالدة إلى الأبد.আপনার মস্তিস্কের ভেতরে যে বিশ্বাস প্রোথিত এবং আপনি নিজের চেতনার মাধ্যমে যে বিশ্বাস অর্জন করেন, তার মধ্যে পার্থক্য রয়েছে।
19تعرض صفحة نجيب محفوظ على الفيسبوك روابط للأخبار الفعاليّات التي احتفت بهذه المناسبة.এবং ম্যাথু উপসংহার টেনেছে: @হারাফিশ১:নাগিব#মাহফুজের আজ শততম জন্মদিন!
20যদিও তিনি আর আমাদের মাঝে নেই, কিন্তু তার লেখা বই এখনো আমাদের অনুপ্রাণিত করে এবং পৃথিবীর শেষ সময় পর্যন্ত সে গুলো আমাদের মাঝে থেকে যাবে# ইজিপ্ট
21নাগিব মাহফুজ-এর ফেসবুকের পাতা, আজকের দিনটিতে তাঁর জন্ম শতবার্ষিকীকে স্মরণ করে যে সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সে সবের সংবাদের লিঙ্ক প্রদান করেছে।