Sentence alignment for gv-ara-20121013-26411.xml (html) - gv-ben-20120827-30121.xml (html)

#araben
1سوريا: في سوريا التي أحلم بها ستمتلئ الشوارع بالحريةসিরিয়া : #আমারসিরিয়া – তে রাস্তাগুলো হবে স্বাধীনতায় পরিপূর্ণ
2هذا المقال جزء من تغطيتنا الخاصة ثورة سوريا 12/2011.এ পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ ২০১১/১২ সংক্রান্ত বিশেষ কাভারেজ এর অংশ
3يحلم مستخدمو الإنترنت في سوريا بفجر جديد لبلدهم، حيث يستطيع الناس تنفس الحرية، يعيشون بمساواة وحيث الطائفية شيء من الماضي.সিরীয় নেট নাগরিকরা তাঁদের দেশের জন্য এমন এক নতুন ভোরের স্বপ্ন দেখছেন যেখানে জনগণ স্বাধীনভাবে নিশ্বাস নিতে পারবে, সমতার সাথে বসবাস করতে পারবে এবং যেখানে গোষ্ঠী তন্ত্র অতীত বিষয়ে পরিণত হবে।
4تعرف على رؤيتهم المستقبلية على تويتر تحت وسم #InMySyria.টুইটারের #ইনমাইসিরিয়া হ্যাসট্যাগে ভবিষ্যৎ সম্পর্কে তাঁরা তাঁদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
5دانا بركات تتطلع قدماً إلى مستقبل من الحرية:ভবিষ্যতের মুক্তির দিকে ডানা বারাকাত তাকিয়ে:
6الشوارع ستكون مليئة بالحرية لا بشلالات الدم.@ডান্ডুন১৬৭: #আমারসিরিয়া - তে রাস্তাগুলো হবে স্বাধীনতায় পরিপূর্ণ, রক্তপাতে নয়।
7تحلم رفيف جويجاتي بمحاسبة المسؤولين:রাফিফ জঊজাতি জবাবদিহিতার স্বপ্ন দেখে:
8القادة ستتم محاسبتهم أمام الشعب، وليس العكس@রাফিফজে: #আমারসিরিয়া তে নেতারা জনগণের নিকট দায়বদ্ধ থাকবেন, অন্য কারো কাছে নয়।
9أضاف هادي مدور:হাদি মাদওয়ার বলেনঃ
10تستطيع دراسة الطب لأنك طالب جاد وليس لأن والديك ثريين.@হাদি মাদওয়ার: ##আমারসিরিয়া তে আপনি মেডিক্যাল স্কুলে পড়বেন কারন আপনি পরিশ্রমী ছাত্র, এ কারণে নয় যে আপনার বাবা-মা সম্পদশালী।
11بينما تطمح نورا باشا من أن يكون المثقفون أساس البلد في المستقبل:নোরা বাশা সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন যেখানে বুদ্ধিজীবিরা দেশের সম্পদে পরিণত হবেঃ
12لن يعتقل المثقفون في سجون الأسد لسنوات ويتم تعذيبهم، سيكونون خارج السجون يبنون مستقبلاً أفضل لسوريا.@নোরা০৩১৫: #আমারসিরিয়াতে বুদ্ধিজীবিরা আসাদের কারাগারে বছরের বছরের আটক থেকে অত্যাচারের শিকার হবেন না, তাঁরা সিরিয়ার উত্তম ভবিষ্যতের জন্য বেরিয়ে আসবেন।
13بينما يأمل (منبر دمشق) أن لا يخاف الناس من التعبير عن آرائهم:দামাস্কাস ট্রিবিউন আশা করেন যে জনগণ তাঁদের মত প্রকাশে ভীত হবে নাঃ
14لن يخشى الناشطون من استخدام أسماءهم الحقيقية ولن يخافوا من الاعتقال@সামাস্কাস্ট্রিবিউন: #আমারসিরিয়াতে টুইটার ব্যবহারকারী ও সক্রিয়তাবাদীরা তাঁদের আসল নাম ব্যবহার করবেন এবং #সিরিয়াতে গ্রেফতারের ভয়ে ভীত হবেন না।
15بينما تتأمل ياسمين رومان بمستقبل لا طائفية فيه، حيث كتبت على تويتر:জেসমিন রোমান গোষ্ঠীতন্ত্র বিহীন ভবিষ্যতের স্বপ্ন দেখেন। তিনি টুইট করেন:
16المسيحيون، العلويون، الدروز، السنة، الإسماعيلون، اليزيديون، الشيعة، العرب، الآشوريون، الكرد، الأرمن، السريان، الشركس، الكلدانيون، التركمان كلهم شعب واحد.@জেসমিনরোমান০১: #আমারসিরিয়াতে খ্রিস্টান-আলওয়াইত-দুজ-সুন্নি-ইসমাইলী-ইয়েজেদি-শিয়া-আরব-আসিরিয়ান, কুর্দ- আর্মেনিয়ান- সিরিয়াক- সিরকাসিয়ান- চ্যাল্ডেন- তুর্কম্যান, সবাই এক।
17ويتابع محمد عبد الحميد:মুহাম্মদ আব্দুলহামিদ বলেন:
18الكل متساو تحت القانون.@মোহানাদসির: #আমারসিরিয়া তে… আইনের চোখে সবাই সমান।
19بينما يأمل آدم عقاد بكيان عربي بلا حدود، حيث كتب على تويتر:আদম আক্কাদ সীমান্তবিহীন আরবের স্বপ্ন দেখেন। তিনি টুইট করেন:
20عمان، بيروت، دمشق والقدس ستكون في بلد واحد.@আবু_চার্লি: #আমারসিরিয়াতে আম্মান, বৈরুত, দামাস্কাস এবং জেরুজালেম এক দেশ হবে।