Sentence alignment for gv-ara-20120906-25310.xml (html) - gv-ben-20120916-30635.xml (html)

#araben
1بوليفيا: مصادرة اليورانيوم المشع؟বলিভিয়া: লা পাজে তেজস্ক্রিয় ইউরেনিয়াম আটক?
2في 28 أغسطس / آب 2012، صادرت السلطات البوليفية طنين من المواد الصلبة، والمفترض كونها يورانيوم أو من المعادن المشعة التي نُقلت من احد العقارات في الضاحية الوسطى من لاباز، وهي قريبة من عدد من المكاتب الدبلوماسية بدون أي إجراءات أمنية أو تدابير وقائية.২৮শে আগস্ট, ২০১২ তারিখে বলিভিয় কর্তৃপক্ষ কয়েকটি কূটনৈতিক অফিসের কাছাকাছি লা পাজের কেন্দ্রীয় এলাকার একটি সম্পত্তি থেকে কোন রকম নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা ছাড়াই দুই টন কঠিন উপাদান - সম্ভবতঃ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় খনিজ পদার্থ - স্থানান্তর করার সময় আটক করে। পুলিশের বিশেষ ইউনিটের পরিচালিত অভিযানটির নেতৃত্ব দেন সরকারের মন্ত্রী কার্লোস রোমেরো।
3قاد وزير الدولة كارلوس روميرو العملية والتي أجريت بمساعدة من وحدات الشرطة الخاصة، لاحقاً أعلن السيد روميرو أن الفحوصات والتحاليل المختبرية قد كشفت أن المادة “غير مشعة” ولن تسبب أي أضرار صحية.পরবর্তীতে জনাব রোমেরো জানিয়েছেন [স্প্যানিশ ভাষায়] যে ল্যাবরেটরি পরীক্ষা এবং বিশ্লেষণে উপাদানটি “তেজস্ক্রিয় নয়। এটা কোনো [স্বাস্থ্য] ঝুঁকি সৃষ্টি করবে না” প্রমাণিত হয়।
4مع ذلك، أعلن روميرو أيضا عن تحقيقات إضافية يجريها قسم الجيولوجيا والتعدين الوطني Sergeotecmin والمعهد البوليفي للعلوم والتكنولوجيا النووية.তবে রোমেরো ভূতত্ত্ব ও খনিবিদ্যা পরিষেবা সের্ঘিওটেকমিন [স্প্যানিশ ভাষায়] এবং বলিভিয় বিজ্ঞান ও নিউক্লিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানে আরো তদন্তের কথাও ঘোষণা করেছেন [স্প্যানিশ ভাষায়]।
5ويبقى احتمالية كون المادة مشعة غير واضح.উপাদানগুলোর সম্ভাব্য তেজস্ক্রিয়তার বিষয়টি এখনো অস্পষ্ট।
6الشرطة تصادر طنين من اليورانيوم في مدينة سوبوكاشي، لاباز بتاريخ 8 أغسطس / آب.মূলধারার মিডিয়া বিষয়টি সম্পর্কে তৎক্ষণাৎ প্রতিবেদন প্রদান করে এবং সেটা সারাদিন ধরে প্রচার করে।
7تصوير @pagina_siete على تويتر أذاعت وسائل الإعلام الرئيسية الخبر مباشرة واستمرت بتغطيتها طوال اليوم.#ইউরেনিও হ্যাশট্যাগ দিয়ে সামাজিক মিডিয়া সাইটে উদ্বেগ এবং বিদ্রূপাত্মক সহ নানা ধরনের মতামত প্রকাশিত হয়।
8وظهرت مخاوف وتعليقات، وكان من ضمنها تعليقات ساخرة، في مواقع التواصل الاجتماعي على الوسم #uranio (يورانيوم بالإسبانية)২৮শে আগস্ট তারিখে পুলিশ লা পাজের সোপোকাচিতে ২টন ইউরেনিয়াম বাজেয়াপ্ত করেছে। টুইটার ব্যবহারকারী @পাহিনা _সিয়েতে'র টুইটপিকের মাধ্যমে ছবিটি ভাগাভাগি করা হয়েছে
9علق المدون والصحفي @andrsgomezv عبر حسابه على تويتر: عذرا، ولكن بوليفيا لا تنتج يورانيوم، من أين جاءت هذه الكمية؟ব্লগার এবং সাংবাদিক আন্দ্রেজ গোমেজ ভেলা তার টুইটার অ্যাকাউন্টের (@আন্দ্রেসগোমেজউভে) মাধ্যমে মন্তব্য [স্প্যানিশ ভাষায়] করেছেন:
10ربما كانت تُنقل إلى بلد آخر كما يقول رئيس الوزراء بيريز.@আন্দ্রেসগোমেজউভে [স্প্যানিশ ভাষায়]: মনে রাখবেন বলিভিয়া ইউরেনিয়াম উৎপাদন করে না।
11وانتقد مستخدمي الإنترنت أساساً الطريقة المحفوفة بالمخاطر التي عوملت بها المواد والتي من المجتمل أن تكون مشعة.(তাহলে) এই বিশাল চালান কোথা থেকে এসেছে? এটা হয়তো অন্য আরেকটি দেশে ট্রানজিটের জন্যে এসেছিল, বলছেন উপ-মন্ত্রী পেরেজ।
12وأثارت تغريدة سابقة أرسلها @Fer_SanMartin معلقا على ما حدث رداً سريعا من المدون ومستخدم تويتر @mrduranch:তাছাড়া, নেটাগরিকরা প্রথমতঃ অনিরাপদভাবে এধরনের সম্ভাব্য তেজস্ক্রিয় পদার্থ নাড়াচাড়া করা নিয়ে সমালোচনা করেছে।
13সমস্যাটির ব্যাপারে প্রথমদিকে ফের্ণান্দা সান মার্টিন (@ফের_সানমার্তিন) [স্প্যানিশ ভাষায়] এর মন্তব্য করা একটি টুইট ব্লগার ও টুইটার ব্যবহারকারী মারিও দুরানের (@এমেদুরাঞ্চ) [স্প্যানিশ ভাষায়] একটি তাৎক্ষণিক জবাব উস্কে দিয়েছে:
14@mrduranch: @Fer_SanMartin المصدر؟ يورانيوم؟@এমেদুরাঞ্চ [স্প্যানিশ ভাষায়]: @ফের_সানমার্তিন উৎস?
15هذه المادة يجب أن يتم التعامل معها وهي مغطاة بحاويات من الرصاص، هذا خطير.#ইউরেনিও (ইউরেনিয়াম)? সেসব উপাদান সীসা আবৃত কন্টেইনারে নাড়াচাড়া করতে হবে, এটা (এভাবে নাড়াচাড়া করা) বিপজ্জনক।
16أشار @AndrsGomezV أيضاً:
17هناك بعض الشكوك حول وجود اليورانيوم، حتى الآن لايوجد خبير فحص أو أكّد كون المادة مشعة أو لا، لم نُقلت بهذه الشاكلة كأنها كانت حاوية من الرمال؟এছাড়াও আন্দ্রেজ গোমেজ ভেলা (@আন্দ্রেসগোমেজউভে) [স্প্যানিশ ভাষায়] উল্লেখ করেছেন: @আন্দ্রেসগোমেজউভে [স্প্যানিশ ভাষায়]: কেউ কেউ সন্দেহ করছে #ইউরেনিও: এখন পর্যন্ত কোনো বিশেষজ্ঞ পরীক্ষা বা প্রত্যায়িত করেনি এটা তেজস্ক্রিয় কিনা।
18واستنتج @renanjustiniano:
19إذا كان المعدن الذي وجد البارحة يورانيوم، فأول شيء كان يجب فعله هو التأكيد إذا كانت المادة مشعة أم لا بدلاً من دعوة الصحافة!ّএটা যদি (তেজষ্ক্রিয় না হয়ে) বালুই হবে তাহলে কেন এভাবে স্থানান্তরিত হচ্ছিল? রেনান হুস্টিনিয়ানো (@রেনানহুস্টিনিয়ানো) [স্প্যানিশ ভাষায়] উপসংহার টেনেছেন:
20@রেনানহুস্টিনিয়ানো [স্প্যানিশ ভাষায়]: গতকাল পাওয়া খণিজটি যদি #ইউরেনিয়া (ইউরেনিয়াম) তাহলে তাদের প্রথমে গণমাধ্যমকে না ডেকে সেটা তেজস্ক্রিয় কিনা যাচাই করা উচিৎ ছিল!
21ولاتزال التحقيقات جارية عن طبيعة المعادن المُصادرة في لاباز وحالتها الإشعاعية.#বলিভিয়া লা পাজে আটককৃত খনিজ পদার্থের প্রকৃতি এবং তেজস্ক্রিয়তার তদন্ত এখনো চলছে।