Sentence alignment for gv-ara-20111217-16551.xml (html) - gv-ben-20111219-21790.xml (html)

#araben
1إيران: عامل لم يحصل على راتبه يقذف الرئيس أحمدي نجاد بالحذاءইরানঃ বেতন না পাওয়া শ্রমিক, রাষ্ট্রপতি আহমাদিনেজাদ-এর দিকে জুতা নিক্ষেপ করেছে
2سخر العديد من المدونين الإيرانيين تجاه ما تردد من أنباء حول الرئيس الإيراني محمود أحمدي نجاد، والذي كان هدفاً لإلقاء الحذاء عليه، وذلك أثناء خطابه بمدينة ساري بشمال البلاد، 12 ديسمبر / كانون الأول من العام 2011.১২ ডিসেম্বর, ২০১১-এ ইরানের উত্তরের শহর সারি-তে দেশটির রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। সে সময় তিনি জনতার উদ্দেশ্য ভাষণ দিচ্ছিলেন।
3الرجل الذي ألقى الحذاء هو عامل نسيج سابق، اسمه رشيد س.বেশ কয়েকজন ইরানী ব্লগার এই ঘটনায় পরিহাসের সাথে তাদের প্রতিক্রিয়া প্রদান করেছে।
4ولم يوفق في إصابة هدفه، ولكن الحضور قفزوا عليه وانهالوا عليه ضرباً حتى تدخلت قوات الأمن.জুতা নিক্ষেপকারী প্রাক্তন টেক্সটাইলের কর্মী, যার নাম রাশিদ এস।
5وقد حاولت وسائل الإعلام الإيرانية تصوير الحدث بشكل سلبي، وادعت أن نفس الرجل كان قد قام بإلقاء أشياء على رئيس سابق.সংবাদে জানা গেছে সে তার লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম হয়নি, কিন্তু সে উপস্থিত জনতা তার উপর হামলে পড়ে এবং নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপের আগে পর্যন্ত তাকে পিটাতে থাকে।
6ইরানের প্রচার মাধ্যম এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে উক্ত ব্যক্তিকে নেতিবাচক ভাবে উপস্থাপন করে, যারা জানায় যে এই একই ব্যক্তি এর আগে প্রাক্তন এক রাষ্ট্রপতির দিকে কোন একটা বস্তু ছুড়ে মেরেছিল।
7في الوقت نفسه، فقد حاول المدونون استخلاص الحقيقة مما يروى.এদিকে, ব্লগ কল্পকাহিনী থেকে বাস্তব সত্য বের করার চেষ্টা করছে।
8مستقبل الرئاسة - بواسطة نيكاهنج كوثر، مدون ورسام كاركاتير إيراني(Roozonline)“রাষ্ট্রপতির ভবিষ্যৎ” কার্টুন নিকহঙ কোস-এর, যিনি ইরানের অন্যতম এক কার্টুনিস্ট এবং ব্লগার (রোজেলিন)
9على جوجل بلس، يقتبس باهمان داروشافعي، الشاهد ذو الـ 16 عاماً والذي كان قد أرسلته المدرسة للاستماع إلى خطاب أحمدي نجاد:গুগল প্লাসে, বাহমান দারোসাফাই, ১৬ বছরের এক কিশোরের উদ্ধৃতি প্রদান করেছে [ফারসী ভাষায়], যাকে তার স্কুল থেকে আহমাদিনেজাদের ভাষন শুনতে পাঠানো হয়েছিল:
10على نقيض ما قيل في النسخة الرسمية، بأن الحشد الكبير لم يضربوا الرجل الذي ألقى الحذاء، وأن اثنين فقط أو ثلاثة هم من اعتدوا عليه وأن الشرطة أتت لإنقاذه.সরকারী ভাষ্যের বিপরীতে, সেখানে উপস্থিত জনতার ভাষ্য থেকে জানা যাচ্ছে, উপস্থিত নাগরিকরা সকলে সেই জুতা নিক্ষেপকারীকে প্রহার করেনি। কেবল তাদের মধ্যে দু-তিনজন তাকে প্রহার করে।
11فإن وسائل الإعلام الإيرانية لم تنقل القصة كاملة.এরপর পুলিশ আসে এবং তাকে উদ্ধার করে। ইরানের প্রচার মাধ্যম সামগ্রিক ঘটনা তুলে ধরেনি।
12ففي وسط خطاب أحمدي نجاد، فقد بدأت مجموعة من عمال النسيج في التحرك والذين قد تم إغلاق مصنعهم من دون أن يتم دفع رواتبهم.আহমাদিনেজাদ-এর ভাষণের ঠিক মাঝখানে একদল পোশাক নির্মাণ কর্মী সেখানে এসে হাজির হয়, যাদের কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ না করেই বন্ধ করে দেওয়া হয়।
13قام العمال برفع لافتة مطالبين بدفع رواتبهم.তারা একটা ব্যানার তুলে ধরে এবং তাদের বেতন পরিশোধের দাবী জানায়।
14كان اللقاء قد أوشك على الإنفضاض حتى ظهر صاحب الحذاء في المشهد. وقام الناس بالهتاف ليس لأحمدي نجاد ولكن ضده.এই সভা প্রায় পণ্ড হবার উপক্রম হয় এবং অবশেষে দৃশ্যপটে সেই জুতা নিক্ষেপকারী এসে হাজির হয়, সেখানকার জনতা এবং শ্রমিকরা আহমাদিনেজাদের বিরুদ্ধে স্লোগান প্রদান করে, উক্ত জুতা নিক্ষেপকারীর বিরুদ্ধে নয়।
15يكتب أفكار مازيار في مدونته، أنه وفقاً للتقارير فإن هذا العامل لم يحصل على مرتبه منذ سنة، وأن قوات الأمن قد اصطحبته إلى خارج المكان فوراً.আফকার মাজিয়ার তার ব্লগে লিখেছে [ফারসী ভাষায়], সংবাদ অনুসারে উক্ত শ্রমিক এক বছর ধরে বেতন পাননি এবং এই ঘটনার সাথে সাথে নিরাপত্তারক্ষীরা তাকে নিজেদের প্রহরায় বাইরে নিয়ে যায়।
16ويضيف المدون:ব্লগার এর সাথে যোগ করেছে:
17لم تنشر وسائل الإعلام الإيرانية تفاصيل كثيرة حول هذا الحدث ولكن بعض بعض الوسائل الموالية للحكومة قد شككت في سلوك الرجل الذي قام بإلقاء الحذاء.ইরানের প্রচার মাধ্যম এই ঘটনার তেমন বিস্তারিত সংবাদ প্রদান করেনি, কিন্তু সরকার পন্থী প্রচার মাধ্যম জুতা নিক্ষেপকারীর আচরণকে সন্দেহ জনক বলে উপস্থাপন করার চেষ্টা করছে।
18এই সব সরকার-পন্থী প্রচার মাধ্যমের লক্ষ্য হচ্ছে প্রতিবাদের কার্যক্রমকে এক নিন্দনীয় রুপ প্রদান করা এবং তারা দাবি করেছে যে সেখানে উপস্থিত অনেকে রাষ্ট্রপতির সমর্থনে স্লোগান দেয়।
19وقد استهدفت وسائل الإعلام تلك الموالية للحكومة إلى التقليل من شأن العمل الإحتجاجي، وادعت بأن الكثير من الحضور قد قاموا بترديد الهتافات المؤيدة للرئيس.তারা লিখেছে যে উক্ত ব্যক্তি এর আগেও প্রাক্তন এক রাষ্ট্রপতি, সংস্কারপন্থী মোহাম্মদ খাতামীর বিরুদ্ধে একই ধরনের কাজ করেছে [ কিছু একটা নিক্ষেপ করেছে]।
20كذلك فقد كتبت بأن الرجل قد قام بنفس الشئ [إلقاء الحذاء] على الرئيس السابق، الإصلاحي محمد خاتميআরজাকা লিখেছে যে [ ফারসী ভাষায়], ২০০৮ সালে যখন একজন ইরাকি সাংবাদিক রাষ্ট্রপতি জর্জ ডাব্লিউ.
21ويكتب أزاراك بأن السلطات الإيرانية حينما ألقى الصحفي العراقي الحذاء على الرئيس بوش في عام 2008، والتي أحدثت ضجة كبيرة، لم يتخيلوا أن نفس الأسلوب سيتم استخدامه يوماً ضدهم.বুশের প্রতি জুতা নিক্ষেপ করে তখন ইরান সরকার সেই সংবাদকে পত্রিকার শীর্ষ সংবাদ হিসাবে উপস্থাপন করে, তারা কখনোই কল্পনা করেনি যে সেই একই টেকনিক তাদের বিরুদ্ধেও কেউ প্রয়োগ করতে পারে।
22ব্লগার এর সাথে যোগ করেছে যে আহমাদিনেজাদ এই ব্যায়বহুল যাত্রাকে সঠিক বলে উপস্থাপন করা হয়েছে, এই দারিদ্র কবলিত লোকদের উদ্দেশ্যে ভাষণ প্রদানের জন্য এই যাত্রার আয়োজন করা হয়েছিল।
23ويضيف المدون بأن زيارات أحمدي نجاد المكلفة في أنحاء البلاد والتي يتم تبريرها كوسيلة للتعرف على مشكلات الفقراء، فإن هذا الحدث ليس فقط يبين أن أحوال الناس لم تتحسن، بل إنهم يعيشون في أسوأ الظروف المعيشية على الإطلاق.কিন্তু জুতা নিক্ষেপের ঘটনার মধ্যে দিয়ে এই বিষয়টি প্রদর্শিত হচ্ছে যে, সেখানকার জনতার পরিস্থিতির তেমন একটা উন্নতি ঘটেনি, বরঞ্চ তারা এখন যে কোন সময়ের চেয়ে খারাপ পরিস্থিতিতে বসবাস করেছে।