# | ara | ben |
---|
1 | صور: رسالة إلى العالم من ملتقى المدونين العرب | আলোকচিত্র: #এবি১৪ থেকে বিশ্বকে একটি বার্তা |
2 | الصور المنشورة هنا من تصوير عامر سويدان في ملتقى المدونين العرب في عمان، الأردن، حيث يتحدث عامر عن تفاصيل المشروع. | এখানে দেখতে পাওয়া আলোকচিত্রগুলো জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত আরব ব্লগারদের সভা ২০১৪ থেকে আমের সুইডেন তুলেছেন। নীচে আমের প্রকল্পের সহযোগিতার প্রক্রিয়াটি বর্ণনা করেছেন। |
3 | قام بضع فنانين من المدونين في الملتقى العربي بجلسة عصف ذهني من أجل التوصل لمشروع فنيّ تعاونيّ يُقدّم في اليوم الأخير من الاجتماع، عندما لمعت للذهن فكرة سلسلة من الصور. | আরব ব্লগারদের সভায় কয়েকজন শিল্পী একটি ছোট মাথা খাটানো সেশনের আয়োজন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল, সভার শেষ দিনে একটি শিল্প সহযোগীতা প্রকল্প উপস্থাপন করা। |
4 | | তখনই আলোকচিত্র সিরিজের ধারণা আলোর মুখ দেখে। |
5 | المساواة والعدالة | “সমতা এবং ন্যায়বিচার” |
6 | كانت فكرة هذا المشروع لرفع أصواتنا معًا والتعبير عن رسائل مختلفة للتغيير وإظهار أننا مجتمع واحد على الرغم من خلافاتنا. | এই প্রকল্পের ধারণা ছিল, পরিবর্তনের জন্য বিভিন্ন বার্তা প্রকাশ, আমাদের কণ্ঠের সম্মিলন করা এবং আমাদের পার্থক্য থাকা সত্ত্বেও আমরা যে একই সম্প্রদায় তা দেখানো। |
7 | الثورة شخصية | “বিপ্লব হয় ব্যক্তিগত ভাবে” |
8 | طلبت من المشاركين كتابة عبارة واحدة تعكس كفاحه أو آماله كصحفي، مدون أو ناشط. | আমি প্রতিটি অংশগ্রহণকারীকে একটি বিবৃতিতে লিখতে আহ্বান জানই, যেটিতে সাংবাদিক, ব্লগার বা কর্মী হিসেবে তাদের সংগ্রাম বা আশাকে প্রতিফলিত করবে। |
9 | في وقت لاحق، كتبها أحمد عسيري في خط عربي منمق. | পরবর্তীতে, আহমেদ আসেরি ক্যালিওগ্রাফিক পদ্ধতিতে এগুলো লিখেছেন। |
10 | نحن من يتحدى الحكومة وليس العكس. | “কেবলমাত্র আমারাই সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিই, আর কেউ নয় “ |
11 | كان التحدي الأكبر خلال التقاط الصور هو نشر فكرة هذا الموضوع وانعكاسه على وجوههم من أجل خلق صور قوية ومعبرة. | আলোকচিত্রের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, বিষয়টির ভাবনার সঠিক প্রকাশ এবং এটি শক্তিশালী ও ভাবপূর্ণ পোর্ট্রেট তৈরির জন্য তাদের মুখের উপর প্রতিফলিত করা। |
12 | طلبت من كل مشارك بحمل رسالته، والتوقف للحظة، والتفكير في الأمر. | আমি প্রতিটি অংশগ্রহণকারীকে তাদের বিবৃতিটি ধরে রাখতে, এক মুহূর্ত সময় নিতে এবং সেই ব্যাপারে চিন্তা করতে বলেছি। |
13 | بهذه الطريقة، فإن الرسائل والأفكار ستعبر عن نفسها وتساعد على تمرير رسالة المشاركين. توقفوا عن استهداف وقتل الصحفيين | এই ভাবে, বার্তা ও চিন্তাধারাটি তাঁদের নিজেদের বহিঃপ্রকাশে স্পষ্ট হয়েছে এবং অংশগ্রহণকারীদের বার্তা ছড়িয়ে দিতে সহায়তা করেছে। |
14 | مع الأخذ في الاعتبار الوقت القصير لاستكمال المشروع، ونقص المعدات وعدم وجود مساحة كافية، فأنا راض عن النتائج. | “সাংবাদিকদের হত্যা এবং আক্রমণ থেকে বিরত থাকুন” স্বল্প সময় বিবেচনায় রেখে আমাকে প্রকল্পটি শেষ করতে হয়েছে। |
15 | أنا ممتن لفريق العمل من المشاركين، ومساعدة “حبر” خلال التصوير، ومساعدة أحمد أسري للخط العربي، وحماس المشاركين. | সরঞ্জাম এবং স্থানের অভাব সত্ত্বেও এর ফলাফলে আমি সন্তুষ্ট। অংশগ্রহণকারীদের দলবদ্ধভাবে কাজ করার জন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। |
16 | | এছাড়াও আলোকচিত্রের সময় 7iber এর সাহায্য, ক্যালিওগ্রফির সময় আহমেদ আসেরির সাহায়তা এবং অংশগ্রহণকারীদের উত্তেজনার জন্যও তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। |
17 | قم بزيارة موقع عامر لرؤية السلسلة كاملة. | পুরো সিরিজটি দেখতে আমের এর ওয়েবসাইটটি দেখুন। |
18 | حقوق الصور محفوظ،. | এই ছবিগুলোর সব কপিরাইটের অধীনে প্রকাশিত। |
19 | و استخدمت هنا هنا بإذن عامر. | আমের এর অনুমতি নিয়ে এখানে আমারা সেগুলো পুনরায় ব্যবহার করেছি। |