Sentence alignment for gv-ara-20121012-26113.xml (html) - gv-ben-20120927-31662.xml (html)

#araben
1إيران: موجه جديدة من القمع ضد المدونيينইরানঃ নতুন করে ব্লগারদের উপর নির্যাতন শুরু
2يواجه المدونون الإيرانيون موجه جديدة من القمع حيث تم سجن العديد منهم وفي أحد الحالات تعرضت زوجة أحد المدونيين للضرب من قبل قوات الأمن وكأن النظام يرفع معاييره الخاصة للوحشيةইরানের ব্লগাররা আবার নতুন করে সরকারের নির্যাতনের শিকার হচ্ছে, এদের অনেকে এখনো জেলে এবং আরেক ঘটনায় এক ব্লগারের স্ত্রীকে নিরাপত্তা রক্ষীরা প্রহার করেছে। মনে হচ্ছে শাসকেরা তাদের নিজেদের নির্মমতার প্রদর্শন বৃদ্ধি করেছে।
3حياة معرضة للخطرবিপন্ন এক জীবন
4ذكرت [جميع الروابط بالفارسية والإنجليزية] العديد من المواقع الإخبارية الفارسية أن حياة المدون السجين حسين رونقي مالكي معرضة للخطر.বেশ কিছু সংবাদ সাইট খবর প্রদান করেছে যে [ফার্সী ভাষায়] কারাবন্দী ব্লগার হোসেইন রোনাঘি মালেকির জীবন এখন হুমকির মুখে।
5فقد تدهورت حالته الصحية وتم نقله إلى زنزانة انفرادية.তার স্বাস্থ্য ক্রমশ অবনতির দিকে যাচ্ছে এবং তাকে বিচ্ছিন্ন এক কামরায় স্থানান্তর করা হয়েছে।
6وعانى من نزيف في الكلى ولكن قوات الأمن حالت دون الرعاية الطبية المناسبة له.তার কিডনির সমস্যা (রক্ত ক্ষরণ) দেখা দিয়েছে, এদিকে নিরাপত্তা বাহিনী তাকে সঠিক চিকিৎসা প্রদান করছে না।
7اعتقل حسين إلى جانب عدد من المتطوعين في محافظة أذربيجان الشرقية على أثر مساعدتهم لضحايا الزلزال الذي وقع في أغسطس/آب 2012.আগস্ট ২০১২-এ, অন্য বেশ কয়েকজনের সাথে হোসাইনকে পূর্ব আযারবাইজান প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়, যেখানে তারা ভূমিকম্পে পীড়িত নাগরিকদের স্বেচ্ছায় সাহায্য করছিল।
8وقد أفرج عنه بكفالة بقيمة 500,000 دولار أمريكي في يوليو 2012 .এর আগে জুলাই ২০১২-এ, ৫০০, ০০০ মার্কিন ডলারের বিনিময়ে তাকে জামিন প্রদান করা হয়েছিল।
9حسين رونقي مالكي، مدونহোসাইন রোনাঘি মালেকি, ব্লগার
10قوات الأمن تضرب زوجة مدونপুলিশের হাতে ব্লগারের স্ত্রী প্রহৃত
11ذكرت المواقع الإخبارية أن رئيس الشرطة في المدينة الشمالية بابول قام بضرب كاتاوين بهرامي، زوجة المدون والناشط السياسي محمد ايزميلزاد،মোহাম্মদ এসমাইলজাদেহ, ব্লগার এবং রাজনৈতিক একটিভিস্ট। সূত্রঃ বোটিমার ব্লগ।
12عندما اشتكت من سلوك قوات الأمن وتسبب هذا العنف في كسر أسنانها وأمضت عدة أيام في المستشفى كان ايزميلزاد معتاداً على التدوين عن الثقافة في مدونته بوتيمار ويعتبر أيضا من الإصلاحيين.সেপ্টেম্বর ২০১২-এর শুরুতে সংবাদপত্রের সাইট খবর প্রদান করে যে [ফার্সী ভাষায়], ব্লগার এবং রাজনৈতিক একটিভিস্ট মোহাম্মদ এসমাইলজাদেহ-এর স্ত্রী কাতাইয়ুন বাহারামিকে উত্তরের শহর বাবোল-এর পুলিশ প্রধান প্রহার করে। সে সময় তিনি নিরাপত্তা বাহিনীর আচরণ নিয়ে অভিযোগ করেছিলেন।
13ألقي القبض عليه بعد الانتخابات الرئاسية المثيرة للجدل في عام 2009 وحكم عليه بالسجن لمدة 90 يوماً، ولا تزال قوات الأمن تقوم بتفتيش منزله من وقت لآخر وصادرت أيضاً بعض المتعلقات الشخصية.এসমাইলজাদেহ সাধারণত সংস্কৃতি নিয়ে, এবং বোটিমারে লিখতেন, আবার একই সাথে তিনি একজন সংস্কারপন্থী। ২০০৯ সালের বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনের পর তাকে গ্রেফতার করা হয় এবং ৯০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
14لا ندم تم سجن المدونة والناشطة في مجال حقوق الإنسان شيفا نزار أهاري وحكم عليها باربع سنوات في سبتمبر/أيلول 2012.এখনো মাঝে মাঝে নিরাপত্তারক্ষীরা তার গৃহে অনুসন্ধান চালায় এবং একই সাথে বিভিন্ন ব্যক্তিগত জিনিসপত্র জব্দ করে।
15فقد اتهمت “بمحاولة لتشويه الحكومة الإسلامية”، “والتجمع مع نية التآمر ضد الحكومة الإسلامية”، وتعطيل النظام العام” في سبتمبر.উক্ত প্রহারের ঘটনায় কাতাইয়ুন-এর দাঁত ভেঙ্গে গেছে এবং তাকে কয়েক সপ্তাহ হাসপাতালে কাটাতে হয়।
16/أيلول 2010.নেই অনুতাপ
17শিভা নজর আহারি, একজন ব্লগার এবং মানবাধিকার কর্মী, যাকে সেপ্টেম্বর ২০১২ এ, চার বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
18المفارقة في قصة نزار أهاري هو أنها يمكن أن تشعر بأنها محظوظة لقضاء أربع سنوات في السجن بعد تبرئتها من تهمة “شن حرب ضد الله” والتي تعد جريمة قد تصل عقوبتها إلى الإعدام.সেপ্টেম্বর ২০১০-এ ব্লগ লেখিকার বিরুদ্ধে ‘ইসলামিক সরকারের বিরুদ্ধে নিন্দা প্রচেষ্টার' অভিযোগ আনা হয়েছে, যার সাথে যুক্ত করা হয়েছে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং জন নিরাপত্তা বিঘ্ন ঘটানোর অভিযোগ।
19এই ঘটনায় পরিহাসের বিষয় হচ্ছে “স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার” মত অভিযোগের পরও শিভা নিজেকে সৌভাগ্যবতী ভাবতে পারেন, এই কারণে যে তাকে মাত্র চার বছরের কারাবাস প্রদান করা হয়েছে, যে অভিযোগে তার মৃত্যুদণ্ড হতে পারত।
20سجنت شيفا نزار أهاري عدة مرات ولكنها قالت بأنها لا تأسف على أفعالها.শিভাকে বেশ কয়েকবার জেলে যেতে হয়েছে, তবে শিভা বলেছে নিজের কোন কাজে তার কোন অনুতাপ নেই।
21في هذا الفيلم القصير والذي ظهرت فيه بعد إطلاق سراحها من السجن، قالت بأنها عازمة على البقاء في إيران بأي ثمن حيث تشعر أنه المكان الأنسب الذي يلقى فيه نشاطها الصدى الأكبر.এই তথ্যচিত্রে শিভাকে দেখা যাচ্ছে জেল থেকে ছাড়া পাবার পর, যেখানে সে বলছে, যে কোন মূল্যে সে ইরানে থেকে যাবে। শিভা বলছে যে সে মনে করে, ইরান হচ্ছে সেই স্থান যেখানে তার কর্মকাণ্ডের সবচেয়ে বেশী প্রভাব পড়বে।
22إشاعة أم حقيقة؟গুজব নাকি বাস্তবতা?
23جذب خبر من العام الماضي بشأن سلامة مدون، اهتمام العديد من المدونيين وذكرت المشرق نيوز الإيرانية منذ سنة خبراً عن إلقاء القبض على المدون” شايقان اصفانداري” (اسم مستعار على الأرجح) في المدينة الجنوبية بندر عباس.ব্লগারদের নিরাপত্তার বিষয়ে গত বছরের এক সংবাদ, বেশ কিছু ব্লগারের মনোযোগ আকর্ষণ করেছে। ইরান ভিত্তিক মাশরেগ নিউজ এক বছর আগে সংবাদ প্রদান করে যে দক্ষিনের শহর বন্দর আব্বাস থেকে “সায়াগান এসফানদায়েরি” (সম্ভবত ছদ্মনাম) নামক এক ব্লগারকে গ্রেফতার করা হয়েছে।
24وكان قد اتهم بالإساءة للإسلام والسلطات الإيرانية والبقاء على اتصال مع وسائل الإعلام الأجنبية.ইসলাম এবং ইরানের সরকারকে অপমান করা, সাথে বিদেশী প্রচার মাধ্যমের সাথে যোগাযোগ করার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়।
25هذه الأخبار لم تؤكد بعد من قبل السلطات الإيرانية أو منظمات حقوق الإنسان.তবে ইরান সরকার কিংবা মানবাধিকার সংস্থার কেউ এই সংবাদ নিশ্চিত করেনি।
26أعتاد شايقان على الكتابة في مدونة كاميرون حيث قال في وصفه للمدونة أن معظم تدويناته ستكون ساخرة وليس هناك ماهو مقدس بحيث لا يمكن انتقاده.গামেরন নামের ব্লগে সাধারণত সায়াগান লিখে থাকত, যেখানে ট্যাগলাইন জানাচ্ছে যে ব্লগারের বেশীর ভাগ পোস্ট ছিল ব্যাঙ্গাত্মক এবং সে সব সমালোচনায় শঙ্কিত হবার মত কিছু ছিল না।
27علق بعض المدونيين على الموقع الإيراني بالاتارين لمشاركة الروابط أنه ربما هناك أسباب فنية أو شخصية وراء توقف المدون عن الكتابة… ونشر مؤخراً تعليق على صفحته في فيسبوك والذي يبدو غير معهود جداً لآراء المدون. هناك مخاوف بأنه ألقي القبض عليه منذ عام وربما ساومته قوات الأمن على حساباته الشخصية.ইরানের লিঙ্ক শেয়ার করা সাইট বালাতারিয়ান-এ বেশ কয়েকজন ব্লগার লিখেছে যে উল্লেখিত সময় থেকে ব্লগার আর লিখছে না, তবে সেটা প্রযুক্তিগত বা ব্যক্তিগত কারণে হতে পারে… সম্প্রতি তার ফেসবুক প্রোফাইলে একটি মন্তব্য প্রকাশিত হয়েছে যা কিনা ব্লগারে মতামতের সাথে একবারে মেলে না।
28উদ্বেগের বিষয় হচ্ছে এই যে এক বছর আগে সে নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল এবং হয়ত সে তার ব্যক্তিগত সব ব্লগ এবং স্যোশাল সাইটের একাউন্ট নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছে।