# | ara | ben |
---|
1 | مصر: الجولة الأخيرة من الانتخابات الرئاسية في صور | মিশরঃ ছবিতে চূড়ান্ত পর্বের রাষ্ট্রপতি নির্বাচন |
2 | هذا المقال جزء من تغطيتنا الخاصة ل انتخابات مصر 2011/2012. | এই প্রবন্ধটি মিশরের নির্বাচন ২০১১/২০১২-এর বিষয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। |
3 | في يوم 16 من يونيو/حزيران، كان النداء للمصريين للتصويت في الجولة الثانية من الانتخابات الرئاسية وسط محاولات من قبل المجلس الأعلى للقوات المسلحة للتحكم في زمام المشهد السياسي. | সুপ্রিম কাউন্সিল ফর দি আর্মড ফোর্সেস-এর [এসসিএএফ- মিশরের সম্মিলিত সামরিক শাসক] রাজনৈতিক অঙ্গনের মাঝে কঠোরভাবে ছড়ি ঘুরানোর প্রচেষ্টার মাঝেও ১৬ জুন তারিখে মিশরীয় নাগরিকদের দ্বিতীয় দফা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদানের আহবান জানানো হয়। |
4 | مع حل مجلس الشعب، وإصدار إعلان دستوري مكمل يعطي تقريباً كافة الصلاحيات للمجلس العسكري، يصبح الاختيار بين مرشح الأخوان المسلمين محمد مرسي ورئيس الوزراء في النظام السابق أحمد شفيق أكثر صعوبة. | যখন সংসদ বিলুপ্ত এবং নতুন সংবিধানের ঘোষণা প্রদান করার মধ্যে প্রায় দিয়ে সকল ক্ষমতা এসসিএএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে, তার মাঝে রাষ্ট্রপতি হিসেবে মুসলিম ব্রাদারহুড-এর প্রার্থী মোহাম্মদ মোরসি এবং শাসক গোষ্ঠীর প্রাক্তন প্রধানমন্ত্রী আহমেদ শফিকের মাঝে একজনকে বেছে নেওয়া ছিল এমনকি আরো বেদনাদায়ক। |
5 | في الحقيقة، يبدو أن كلا المرشحين غير مرغوب فيهم [بالإنجليزية]، حيث يمثل أحدهم بقايا نظام مبارك الذي تمت الإطاحة به، والآخر يراه البعض على أنه خائن للثورة. | বাস্তবতা হচ্ছে, দৃশ্যত উভয় প্রার্থীকে কাঙ্ক্ষিত নন, কারণ এদের মধ্যে একজন হচ্ছে বিতাড়িত রাষ্ট্রপতি হোসনি মুবারকের রয়ে যাওয়া অবশিষ্ট অংশের প্রতীক আর দ্বিতীয় জনকে বিপ্লবের সাথে প্রতারণার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। . |
6 | بالأسفل نعرض عليكم بعض الصور ليوم الانتخابات التاريخي والتي نشرها مستخدمي الإنترنت على مواقع التواصل الاجتماعي: | নীচে এই ঐতিহাসিক নির্বাচনী দিনটির কয়েকটি ছবি প্রদান করা হল, যেগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে নেট নাগরিকরা পোস্ট করেছে : |
7 | شباب مصري مسيحي يرفعون لافتات ضد شفيق. | বাণী হাতে তরুণ মিশরীয়, যার মানে “ আমি এক খ্রিস্টান এবং আমি শফিককে ভোট প্রদান করব না”। |
8 | الصورة بواسطة خالد محمد (فيسبوك) | ছবি খালেদ মোহাম্মদ-এর (ফেসবুক থেকে নেওয়া)। |
9 | طفل يحمل ملصق لشفيق. | এক বালক শফিকের পোস্টার হাতে ধরে আছে। |
10 | الصورة بواسطة جوناثان رشاد (الصورة من فليكر، تحت رخصة المشاع الإبداعي) | ছবি জোনাথান রাশাদ-এর (ছবি ফ্লিকার থেকে নেওয়া, সিসি বাই-এনসি এসএ ২. ০-এর অধীনে ব্যবহার করা হয়েছে।) |
11 | مواطنون مصريون يحملون ملصقات لكلا المرشحين مرسي وشفيق. | মিশরীয় নাগরিকরা চুড়ান্ত দুই প্রার্থী মোরসি এবং শফিক-এর পোস্টার ধরে আছে। |
12 | الصورة بواسطة جوناثان رشاد (من فليكر تحت رخصة المشاع الإبداعي) | ছবি জনাথান রাশেদের (ছবি ফ্লিকার থেকে নেওয়া, সিসি বাই-এনসি এসএ ২. ০-এর অধীনে ব্যবহার করা হয়েছে।) |
13 | مصري مسن يعرض إصبعه المغموس بالحبر بعد تصويته. | ভোট দেবার পর মিশরীয় এক প্রবীণ নাগরিক তার কালি মাখানো আঙ্গুল প্রদর্শন করছে। |
14 | الصورة بواسطة جوناثان رشاد (من فليكر تحت رخصة المشاع الإبداعي) | ছবি জোনাথান রাশাদ-এর ( ছবি ফ্লিকার থেকে নেওয়া, সিসি বাই-এনসি এসএ ২. |
15 | قامت منة مستخدمة تويتر المصرية بتجميع صور لبعض البطاقات التي أبطل أصحابها أصواتهم وعليها رسائل ساخرة: | ০-এর অধীনে ব্যবহার করা হয়েছে।) মিশরীয় টুইটার ব্যবহারকারী @দিমিনজ রসাত্মক বাণী যুক্ত কিছু নষ্ট করে ফেলা ব্যালটের ছবি একত্রিত করেছে: |
16 | أحد الناخبين المصريين يعبر عن رغبته في التصويت للراقصة المصرية هياتم بدلا من المرشحين. | মিশরীয় ভোটাররা ভোটে দাড়ানো প্রার্থীদের বদলে বেলিড্যান্সার হায়াতেমকে ভোট প্রদানের ইচ্ছে প্রকাশ করেছে। |
17 | الصورة بواسطة @Shaheeeer (تويتر) | ছবি @ শাহহির-এর (টুইটার থেকে নেওয়া)। |
18 | أحد المصريين أختار أن يعبر عن مشاعره وكتب "بحبك يا سارة". | মিশরীয় এক নাগরিক নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং “আমি তোমাকে ভালবাসি সারা” নামক ব্যালটের প্রতি তার ভালবাসা প্রদর্শন করেছে। |
19 | الصورة بواسطة @Qoutb (تويتر) | ছবি @ কোয়াতিব-এর (টুইটার থেকে নেওয়া)। |
20 | أختار أحد الناخبين أن يصوت لباتمان بدلا من مرسي أو شفيق. | মোরসি এবং শফিকের বদলে ভোটাররা ব্যাটম্যানকে ভোট দিতে ইচ্ছুক। ছবি @ওয়াসসেম_এস-এর (ওয়াইফ্রগ থেকে নেওয়া ) । |
21 | الصورة بواسطة @Wessam_S (عبر yfrog) حملت بعض البطاقات رسائل سياسية: | এই সমস্ত ব্যালটের কয়েকটি আবার আরো অনেক বেশী রাজনৈতিক আদর্শের বাণী বহন করেছে: |
22 | أختار أحد الناخبين أن يبطل صوته ويكتب "لا إساءة، بس صوت الضمين بيوجع". | একজন ভোটার একটি নষ্ট ব্যালট নিয়ে দাঁড়িয়ে, যেখনে উল্লেখ করা আছে “ কোন আক্রমণ নয়, তবে সচেতনতার স্বর কষ্ট দেয়”। |
23 | الصورة بواسطة @YoussraSelim (تويتر) | ছবি @ ইয়োসারাসেলিম-এর (টুইটার থেকে নেওয়া)। |
24 | تعبيرا عن مشاعر الكثير تجاه هذه الانتخابات، مواطن آخر أبطل صوته وكتب "لست مجبر على الاختيار بين قاتل وخائن. | আরেকজন ভোটার নিজের ভোটটি নষ্ট করে সেখানে এই লেখাটি লিখে এই ধরনের নির্বাচনের প্রতি সাধারণ নাগরিকের যে অনুভূতি তা তুলে ধরেছে “ একজন খুনী এবং একজন বিশ্বাসঘাতক-এর মাঝে আমি একজনকেও বেছে নেব না। |
25 | يسقط حكم العسكر، المجد للشهداء" الصورة بواسطة مبطلون. | সামরিক শাসন নিপাত যাক, শহিদের মর্যাদার প্রতি”। ছবি মোবটেলুন-এর (ফেসবুক থেকে নেওয়া হয়েছে)। |
26 | (فيسبوك) ألصق ناخب آخر ملصق مكتوب عليه "باطل". | একজন ভোটার একটি স্টিকার লাগিয়ে তার ভোট নষ্ট করেছে, যেখানে লেখা আছে “শূন্য”। |
27 | الصورة بواسطة @Amiralx (تويت بيك) | ছবি @আমিরাএলএক্স-এর (টুইটপিক থেকে নেওয়া)। |
28 | في هذه البطاقة يسخر الناخب معلقاً "الاختيارات كلها ممتازة لم أستطع الاختيار بينهم. | ব্যঙ্গাত্মকভাবে, একটি ব্যালট এই মন্তব্য বহন করছে “ পছন্দনীয় দুটি প্রার্থী এত দারুণ যে, আমি এদের একজনকেও বেছে নিতে পারলাম না। |
29 | شكرا للمجلس العسكري. | এসসিএএফ, আপনাদের ধন্যবাদ”। |
30 | الصورة بواسطة مبطلون (فيسبوك) | ছবি মবটেলুন-এর (ফেসবুকের পাতা থেকে নেওয়া)। |
31 | | এই প্রবন্ধটি মিশরের নির্বাচন ২০১১/২০১২-এর বিষয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। |