Sentence alignment for gv-ara-20120610-22814.xml (html) - gv-ben-20120615-27700.xml (html)

#araben
1اليمن: الشيخ والمرأة ونيويورك تايمزইয়েমেন: শেখ, নারী এবং নিউ ইয়র্ক টাইমস
2هذا المقال جزء من تغطيتنا الخاصة بثورة اليمنআমাদের এ পোস্টটি ইয়েমেন প্রতিবাদ ২০১১- সংক্রান্ত স্পেশাল কাভারেজের অংশ
3لعبت المرأة اليمنية دوراً مهماً في ثورة البلاد العام الماضي.গত বছর ইয়েমেনি মহিলারা তাঁদের দেশের বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
4فقد كنّ في مقدمة العديد من المسيرات وكنّ خير مثال للشجاعة والثبات.অনেক মিছিলের অগ্রভাগে তাঁরা ছিলেন এবং অধিকার আদায়ে তাঁরা সাহসিকতা ও অনমনীয়তার ভালো উদাহরণ সৃষ্টি করেছেন।
5لذلك غَضِب مستخدمو الإنترنت اليمنيون بسبب الشيخ حميد الأحمر، العضو القيادي بحزب التجمع اليمني للإصلاح، والذي يُزعم أنه نشر تصريحات هجومية فيما يتعلق بالثائرات اليمنيات.আল ইসলা'র রাজনৈতিক দলের সদস্য শেখ হামিদ-আল-আহমার ইতোমধ্যে ইয়েমেনি বিপ্লবী নারীদের সম্পর্কে একটি আপত্তিকর বিবৃতি প্রদান করে নেটিজেনদের উস্কে দিয়েছেন।
6نُشرت تعليقات له في مقالة بجريدة نيويورك تايمز في 23 مايو/أيار بعنوان “الفصائل اليمنية تنتظر بفارغ الصبر لحل.”২৩ মে শিরোনামে নিউইয়র্ক টাইমসে “ইয়েমেনের একটি বড় অংশ পরিবর্তনের জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছে” মর্মে তিনি মন্তব্য করেন।
7تتلخص التصريحات الهجومية في الآتي:আপত্তিকর মন্তব্যটি ছিল:
8ولكن عندما سئل عن الساحة، أصبحت لهجته أكثر حدّة: “كانت هناك سلوكيات سيئة، فقد تحولت الساحة إلى صالة ديسكو!কিন্তু যখন তাকে চত্বর সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি ধারালো গলায় বলেন, “এটা ছিল খারাপ আচরণ। যা চত্বরকে ডিস্কোথেক - এ পরিণত করেছিল!
9هؤلاء النسوة يردن أن يتمشين مع رفقائهن كالمتحابين وأيديهم متشابكة خلال المظاهرات.মহিলারা তাঁদের পুরুষ বন্ধুদের নিয়ে প্রেমিকের মত হাত ধরে সেখানে যেতে চাচ্ছিল।
10هذا ليس صائباً وضد ديننا.”এটা ঠিক নয় এবং আমাদের ধর্ম বিরুদ্ধ।”
11غرّدت أطياف الوزير، واحدة من عدّة نشطاء يمنيين طالبوا باعتذار من الشيخ:ইয়েমেন এর একজন সক্রিয়তাবাদী আতিয়াফ আলওয়াজির, শেখ এর কাছ থেকে ক্ষমাপ্রার্থনা দাবি করেন। তিনি টুইট করেন:
12أطالب باعتذار من الشيخ حميد الأحمر لإهانته الثوريات اليمنيات حينما تحدّث إلى النيويورك تايمز.@উইমেনফ্রমইয়েমেন: নিউ ইয়র্ক টাইমসে দেওয়া বক্তব্যে বিপ্লবী মহিলাদের অপমানজনক কথা বলায় হামিদ আল-আহমার এর কাছ থেকে ক্ষমাপ্রার্থনার দাবি জানাই।
13أمل الباشا ناشطة بارزة ومخضرمة، إضافة إلى ذلك تترأس منتدى الشقائق العربي لحقوق الإنسان، كتبت تدوينة تطالب فيها باعتذار من الشيخ.#ইয়েমেন বিশিষ্ট ও অভিজ্ঞ সক্রিয়তাবাদী সিসটারস আরব ফোরাম ফর হিউম্যান রাইটস (এস এ এফ) এর সভাপতি আমাল আলবাসা শেখ এর কাছ থেকে ক্ষমাপ্রার্থনা দাবি করে ব্লগ পোস্ট করেন (আরবি )।
14كتبت أمل:তিনি লেখেন:
15الجدير بالذكر أن الإساءة والتعريض بالثائرات اليمنيات في ساحات الثورة منذ إندلاعها في بداية العام الماضي ليس بالأمر الجديد علينا, إنما الجديد في الأمر الآن هو ان تأتي هذه المرة من طرف يقدم نفسه كثائر ومدافعاً وداعماً للثورة وساحاتها ومسيراتها برجالها ونسائها وهذا أقسى وأمرগত বছরের শুরুতে বিপ্লব আরম্ভের সময় থেকেই ইয়েমেন চত্বরে বিপ্লবী নারীদের গালাগালি চলছে, এটা আমাদের কাছে নতুন কিছু নয়। এখন নতুন হলো এই যে বিপ্লবী, প্রতিবাদী এবং চত্বরের নারী পুরুষের মিছিলের সঙ্গে - সমর্থক বলে দাবীদার এমন কার নিকট থেকে পাওয়া এ ধরণের মন্তব্য।
16غرّدت سمر ناصر في فزع:এটা আরো কঠিন এবং আরও তিক্ত।
17التعرض للمرأة بأوصاف سيئة هو ضد ديننا، وضع الافتراضات ضد ديننا، لذلك، (يتبع)সামার নাসের আতঙ্কের সাথে টুইট করেন: @সামারনাসের : #ইয়েমেন: খারাপমুখী মহিলারা আমাদের ধর্মবিরুদ্ধ।
18لذلك، ماقاله حميد لا سند له وضد ديننا.এধরনের চিন্তা ভাবনা আমাদের ধর্মবিরুদ্ধ।
19تساءلت سمر:কাজেই, (চলবে)
20أين توكل كرمان من تصريحات الأحمر؟ غرّد لؤي أحمد في غضب:@সামারনাসের: #ইয়েমেন: কাজেই, হামিদ যা বলেছেন তা ভিত্তিহীন এবং আমাদের ধর্মবিরুদ্ধ।
21يحتاج حميد الأحمر أن نرمي عليه البيض… بيض بشكل القرميد… مصنوع من القرميد.তিনি বিস্ময় প্রকাশ করেন: @সামারনাসের: আল-আহমারের বিবৃতির সময় বিশ্ব কোথায় ছিল @তাওয়াক্কালকার্মান?
22أشار سام وضّاح:লুয়াই আহমেদ রাগান্বিত হয়ে টুইট করেন:
23أشعر بالغضب من تصريحات الأحمر غير المسئولة عن اليمنيات اللاتي أذهلن العالم أجمع!@জাস্টলুয়াই : হামিদ আল-আহমারের দিকে পচা ডিম ছোঁড়া উচিত… ইটের মত ডিম। সাম ওয়াদ্দাহ বলেন:
24@সামওয়াদ্দাহ: #ইয়েমেন এর সাহসী নারীরা সারা বিশ্বকে চমকে দিয়েছে সেখানে অর্বাচীন আল-আহমার এর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমাকে অপমানিত করেছে!
25شيء مقزز!বিরক্তিকর!
26في نفس اليوم غرّد حساب الشيخ حميد الأحمر توضيحاً نفى فيه هذه التصريحات:একই সন্ধ্যায় শেখ হামিদ আলআহমার এর টুইটার একাউন্ট থেকে সেই বিবৃতির অস্বীকৃতি জানিয়ে টুইট করা হয়।
27শেখ হামিদ আলআহমার এর প্রেস অফিস থেকে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত বিবৃতি অস্বীকার করা হয়…..
28أعرب مصدرمسئول بالمكتب الإعلامي للشيخ حميد الأحمر عن استغرابه مما تنشره بعض المواقع منسوبا إلى الشيخ حميد الأحمرنقلا عن صحيفة ” النيويورك تايمز” http://fb.me/1FGZ11oxxআফরাহ নাসের নিউইয়র্ক টাইমস এর উদ্দেশে ইয়েমেনি নারীবাদী রাজনৈতিক কর্মী সারাহ জামালকে শেখ'এর বিবৃতির অস্বীকৃতির অনুবাদসহ একটি চিঠি তাঁর ব্লগে পোস্ট করেন।
29نشرت أفراح ناصر رسالة كتبتها الناشطة اليمنية النسوية سارة جمال لنيويورك تايمز في تدوينتها، والتي تتضمن ترجمة لإنكار الشيخ لهذه التصريحات.সারাহ সন্মানিত প্রকাশনী থেকে প্রত্যুত্তর দাবি করেন: আমরা সত্য জানার জন্য কেবলমাত্র নিউ ইয়র্ক টাইমস এর কল্যাণকামী সাংবাদিকদের সাহায্য আশা করছি ।
30طالبت سارة ردا من الناشر المحترم:হামিদ আল-আহমার সেই সাক্ষাৎকারে ঠিক কি বলেছিলেন তা আমরা জানতে চাই।
31نطلب مساعدتكم بلطف كصحفيين في النيويورك تايمز مساعدتنا لمعرفة حقيقة تلك المقابلة وسنقوم برفع دعوى قضائية ضد الشيخ حميد الأحمر والطريقة الوحيدة له لإيقافنا هي تسجيل يثبت عدم قوله ما ذكر في المقابلة.আমরা তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করতে যাচ্ছি, আমাদের থামানোর একমাত্র উপায় হলো তাঁর যদি কোন সাক্ষাতকারের রেকর্ডিং থাকে যা থেকে প্রমাণিত হয় যে তিনি যা বলেননি সে সব তাঁর মন্তব্য হিসেবে ছাপা হয়েছে ।
32سأكون في انتظار ردكم مع كل إيماني الذي أملكه في هذه الصحيفة التي نشأت وأنا اقرأها.আমি পূর্ণ বিশ্বাস নিয়ে আপনাদের উত্তরের আশা করছি। এই সংবাদপত্রটির সাথে আমি বেড়ে উঠেছি।
33في هذه الأثناء، غرّد مروان المريسي للنيويورك تايمز:ইতোমধ্যে, মারওয়ান আলমুরাইসি নিউ ইয়র্ক টাইমস এর উদ্দেশে টুইট করেন:
34أعزائي نيويورك تايمز هلاّ نشرتم التسجيل الصوتي للمقابلة على الإنترنت؟ http://bit.ly/KI2jAz@আলমুরাইসি: প্রিয়@ নিউইয়র্ক টাইমস আপনারা কি দয়া করে সেই সাক্ষাত কারের অডিও রেকর্ড টি আমাদের সাথে শেয়ার করবেন? http://bit.ly/KI2jAz #ইয়েমেন
35غرّدت أطياف الوزير في 31 مايو/أيار:৩১ মে আতিয়াফ আল ওয়াজির টুইট করেন:
36@উইমেনফ্রমইয়েমেন: @নিউইয়র্কটাইমস আপনারা কি দয়া করে হামিদ আল-আহমার তার বক্তৃতার উদ্ধৃতির জালিয়াতি নিয়ে যে অভিযোগ করেছেন, সে সম্পর্কে এখানে (http://www.nytimes.com/2012/05/24/wor) কিছু বলবেন #ইয়েমেন।
37نيويورك تايمزهل تستطيعون التجاوب مع مزاعم حميد الأحمر ل “فبركتكم تصريحه” هنا http://www.nytimes.com/2012/05/24/wor৪ঠা জুন তিনি আবার টুইট করেন: @উইমেনফ্রমইয়েমেন: @নিউইয়র্কটাইমস ইয়েমেনি বিপ্লবী নারীদের নিয়ে প্রকাশিত পূর্বের একটি আর্টিকেল # ইয়েমেন এন্ড উওম্যান-এর অসংখ্য জিজ্ঞাসার কোন সাড়া দেয়নি।
38وفي 4 يونيو/حزيران غرّدت مرّة أخرى:একই দিন সারাহ জামাল টুইট করেন:
39لم تستجب نيويورك تايمز لاستفسارات العديد من الناشطين اليمنيين فيما يتعلّق بمقالة سابقة عن اليمن والمرأة.@সারাহ_ সানা: #নিউইয়র্কটাইমস আপনারা দয়া করে #হামিদআলআহমার এর ভুল উদ্ধৃতির দাবি নিয়ে কিছু বলু্ন.. আফরাহ নাসের টুইট করেন:
40كما غرّدت سارة جمال في نفس اليوم:@আফরাহনাসের: @নিউইয়র্কটাইমস খ্যাতির বিড়ম্বনায় আছে।
41رجاء نيويورك تايمز نرجو رداً على ادعاء حميد الأحمر بشأن نقل تصريحات غير دقيقة عنه..তারা যে উদ্ধৃতি প্রকাশ করেছে হামিদ আল-আহমার তা অস্বীকার করেছেন।
42غرّدت أفراح ناصر:#ইয়েমেন
43سمعة نيويروك تايمز على المحك بعد نفي حميد الأحمر ما نُقل عنه.৪ মার্চ সানাতে ইয়েমেনি নারীদের ভূমিকাকে সম্মান প্রদর্শন করে মিছিল করা হয়।
44في 4 يونيو / حزيران جرت مسيرة تشيد بدور المرأة اليمنية، مُدينة الظلم تجاه النساء وطالبت باعتذار من الشيخ حميد الأحمر وتوضيحا من النيويورك تايمز.মিছিলে মহিলাদের প্রতি অবিচারের নিন্দা জানানো হয় শেখ হামিদ আলআহমার এর কাছ থেকে ক্ষমাপ্রার্থনা দাবি করা হয় এবং নিউইয়র্ক টাইমস কে বিষয়টি পরিষ্কার করতে বলা হয় ।
45(نُشر الفيديو : ahrartagheer1)(আহরারতাগীর১ ভিডিও পোস্ট করেন)
46http://www.youtube.com/watch?http://www.youtube.com/watch? v=WRdP7vH3nQM&feature=youtu.be
47v=WRdP7vH3nQMআমি নিচের টুইট করেছি:
48@নুনএরাবিয়া: নিউইয়র্ক টাইমসের নেয়া শেখ হামিদ আল-আহমার এর সাক্ষাতকারের অডিও রেকর্ডিং এর জন্য আমরা অপেক্ষা করছি এবং উভয়পক্ষ থেকেই খুব শীঘ্রই ক্ষমাপ্রার্থনার জন্য আমরা অপেক্ষা করছি।
49غرّدت نون عربية التالي:# উওম্যান অব # ইয়েমেন
50ننتظر التسجيل الصوتي لمقابلة النيويورك تايمز مع الشيخ حميد الأحمر ونطالب باعتذار سريع من أحد الجانبين على حد سواء.এই পোস্ট লেখা পর্যন্ত প্রতিষ্ঠিত প্রকাশনীটি ইয়েমেনি সক্রিয়তাবাদীদের বিষয়টি স্পষ্ট করার দাবি এড়িয়ে গেছে।
51حتى كتابة هذا المقال يستمر الناشر بتجاهل مطالب الناشطين اليمنيين بالتوضيح.