Sentence alignment for gv-ara-20110411-10495.xml (html) - gv-ben-20110407-16899.xml (html)

#araben
1سوريا: الخبز والبروباجانداসিরিয়া: পাউরুটি আর প্রচারণা
2تعد هذه المقالة جزء من تغطيتنا الخاصة باحتجاجات سوريا2011এই পোস্টটি সিরিয়ার বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3যখন ক্রমাগত চলতে থাকা সিরিয়ার বিক্ষোভ তার তৃতীয় সপ্তাহে পা দিয়েছে, তখন আসাদ সরকার বিক্ষোভকে প্রশমিত করার লক্ষ্য বিভিন্ন ছাড়ের কথা ঘোষণা করছে।
4مع استمرار اندلاع الاحتجاجات في سوريا للأسبوع الثالث وتتابع التنازلات التى تقوم بها حكومة الأسد أملاً في تهدئة المتظاهرين، قامت الحكومة اليوم بإغلاق نادي القمار الوحيد في البلاد كما سمحت بارتداء النقاب في المدارس في محاولة منها لاسترضاء السلفيين.আজ সরকার দেশটির নতুন এক জুয়ার আড্ডাখানা বন্ধ করে দেয় এবং বিদ্যালয়গুলোতে নেকাব (মুসলিম মেয়েদের মাথায় কাপড় দেওয়া) পড়া নিষিদ্ধ করে যে আদেশ দেওয়া হয়েছিল তা পাল্টে ফেলা হয়েছে, এ সব করা হয়েছে রক্ষণশীল মুসলমানদের জনপ্রিয়তা লাভের জন্য।
5وفي الوقت ذاته ما زالت السلطة تمارس هيمنة سيطرتها على زمام الأمور من خلال البروباجاندا - تلك البروباجاندا التى تصل أحيانا إلى أماكن غير متوقعة.একই সময় সরকার প্রচারণার মাধ্যমে ক্ষমতা দৃঢ় করার চেষ্টা করছে, যার কয়েকটি আবার একেবারে ভিন্ন বাস্তবতা থেকে চালানো হচ্ছে।
6فعلى تويتر قامت هالة جورانى مراسلة سي إن إن ظهيرة هذا اليوم بإرسال صورة لبعض الأرغفة من الخبز السورى والتى حملت رسالة خاصة للشعب السورى:আজ বিকেলে সিএনএন-এর সাংবাদিক হালা গোরানি টুইট করেছে সিরিয়ায় বিক্রি হওয়া পাউরুটির ছবি তুলেছে, যে সব পাউরুটিতে সিরিয়ার জনগণের জন্য বিশেষ বার্তা প্রদান করা হয়েছে:
7يتم استلام رسائل قصيرة عند شراء الخبز في دمشق وسوريا بلدنا (…) وكلنا بشار http://yfrog.com/gzpk8glj”@হালাগোরানি:#দামেস্কে পাউরুটির সাথে প্রচারপত্র (লিফলেট )প্রদান করা হচ্ছে।
8الخبز السورى يدعو لحب الرئيس السورى بشار الأسد.#সিরিয়া আমাদের ধর্ম (…) আমরা সকলেই বাশার….
9قامت هالى جوراني بتحميل الصورة على تويتر” http://yfrog.com/gzpk8glj
10(@assuss) وتبعا لآسيا بنداوى، فقد تضمنت الرسالة الموجودة في أكياس أرغفة الخبز عبارة “الأمة في حالة انقلاب”.আসিয়া বোউনদাউয়ির (@আসসুস) মতে এই প্রচার পত্র পাঠের মধ্যে দিয়ে যথারীতি বের হয়ে আসে ” জাতি এখন পরিবর্তন চায়”।
11وفي ذات الوقت ذكرت ميساء أرابيك أنه حتى المصريين لم يقوموا بمثل ذلك.এদিকে মাইসা আকবিক লিখেছে যে, এমনকি “মিশর এমন প্রচারণার সৃষ্টি করতে পারেনি”।
12أما مستخدم تويتر @sapiensprod فقد تبنى موقفا أقل مرحاً:@সাপিয়েন্সপ্রোড বিষয়টিকে খানিকটা হালকা দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে গ্রহণ করেছে:
13@সাপিয়েন্সপ্রোড:#সিরিয়ায় ফুটবল লীগ বাতিল করা হয়েছে এবং পাউরুটির মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
14لقد تم إلغاء دورى كرة القدم في سوريا وتظهر الدعاية على أكياس أرغفة الخبز .তাদেরকে পাউরুটি দাও, পাউরুটি নিয়ে কোন খেলা নয়। …এদিকে অনেক লোককে গ্রেফতার করা হয়েছে…#বাশার
15لذا أمدوهم بالخبز فليس هناك ألعاب … وفي نفس الوقت يتم إعتقال العديد من الأفراد.এই পোস্টটি সিরিয়ার বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ ।