Sentence alignment for gv-ara-20120207-18314.xml (html) - gv-ben-20120208-22526.xml (html)

#araben
1سوريا: “ثورة + دماء – نفط = فيتو”সিরিয়া: “বিপ্লব+ রক্ত-তেল=ভেটো”
2مازال مستخدمو الإنترنت غاضبين للفيتو المزدوج من موسكو وبكين لمسودة مشروع قرار مجلس الأمن بعد 11 شهر من العنف في سوريا.এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ সিরিয়ায় ১১ মাস ধরে চলা সহিংসতা বন্ধের লক্ষ্যে শনিবারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আনীত খসড়া প্রস্তাবে বেইজিং এবং মস্কোর ভেটো প্রদানে নেট নাগরিকরা এখনো ক্ষুব্ধ।
3إياد البغدادي كتب على تويتر أن تقاعس الأمم المتحدة سيؤدي إلى تآكل شرعيتها تماماً بين العرب:আইয়াদ এল বাগদাদি টুইট করেছেন যে জাতিসংঘের এই নিস্ক্রিয়তা , আরবদের মাঝে প্রতিষ্ঠানটির বৈধতাকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে ফেলবে।
4إن حق النقض تهدم تماماً، في العقل العربي، فكرة أن مجلس الأمن الدولي لديه شرعية أو إذا كان مفيد لأي استخدام.@@আইয়াদ_এলবাগদাদি :ভেটো নামক বিষয়টি আরবদের মনকে একেবারে ভেঙ্গে দিয়েছে, এই ঘটনায় তাদের কাছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈধতা আর রইল না অথবা আদতে তা অকার্যকর একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। # সিরিয়া
5في حين كتب الإسكندر السوري:সিরিয়ার নাগরিক আলেকজান্ডার পেজ উল্লেখ করছে:
6فيتو الصين في مجلس الأمن يعني أن الآلاف من المدنيين الأبرياء في سوريا سيموتون، قاطعوا الصين!@আলেকজান্ডারপেজএসঅয়াই:জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে #চীনের ভেটো দেবার মানে হচ্ছে #সিরিয়ার আরো নিষ্পাপ নাগরিকের মৃত্যু। #বয়কটচায়না (৪) সিরিয়া #বয়কটচায়না
7الفلسطينية ديما الخطيب قارنت بين المجازر التي تحصل الآن في سوريا وتلك أثناء ليبيا القذافي:এবং প্যালেস্টাইনের নাগরিক দিমা খাতিব সিরিয়ার আজকের গণহত্যার প্রতিক্রিয়া, বিষয়টিকে গাদ্দাফি যুগের লিবিয়ার পরিস্থিতির সাথে তুলনা করেছেন:
8ليبيا + الثورة + الدم + النفط = قنابل حلف شمال الاطلسي.@দিমা_খাতিব:লিবিয়া+ বিপ্লব+ রক্ত+ তেল=ন্যাটোর বোমা বর্ষণ।
9سوريا + الدم + الثورة - النفط = الفيتوসিরিয়া + বিপ্লব+রক্ত-তেল= ভেটো
10في حين علق محرر الشؤون الخارجية بليك هونشيل:ফরেন পলিসির সম্পাদক ব্লাক হাউনশেল মন্তব্য করেছেন:
11بطريقة ما، فإن استخدام حق النقض الروسي الصيني يعفي الغرب من مسؤوليته عن سوريا.@ব্লাকহাউনশেল:এক ভাবে বলা যায়, রাশিয়া- চীন মিলে #সিরিয়ার ঘটনায় পশ্চিমাদের দায়িত্বের বিষয়ে ভোটো দিল।
12لا نية للتدخل.এখন হস্তক্ষেপ করার ক্ষেত্রে আর কিছুই করার রইল না।
13الثورة السورية كتبت:সিরিয়ান রেভেলুশন উল্লেখ করেছে:
14حق النقض يعبر فقط عن السماح بقتل المزيد من الناس.@রেভেলুশনসিরিয়া: এই ভোটো প্রদানের ঘটনা সিরিয়ার সরকারকে দেশের আরো নাগরিকদের খুন করার অনুমতি প্রদান করল।
15أطفال سوريا تدين الفيتو.সিরিয়ার শিশুরা ভোটো প্রদানের ঘটনার নিন্দা জানাচ্ছে।
16صورة من أيام مجموعة الفيسبوك Syrian Days of Rageছবি সিরিয়ান ডেস অফ রেজ-এর ( সিরিয়ার ঝঞ্ঝা বিক্ষুব্ধ দিন) ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে।
17وختمت المدونة السورية رزان الغزاوي بقولها:এবং সিরিয়ার ব্লগার রাজন ঘাজ্জাউয়ি উপসংহার টেনেছেন এভাবে:
18مع حق نقض أو بدونه، الأسد سيسقط على يد شعب سوريا العظيم@রেডরাজান:ভোটো প্রদান করা হোক বা না করা হোক, # সিরিয়ার অসাধারণ জনতা আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করবে।
19في هذه الأثناء، بدأ نشطاء الإنترنت حملة لمقاطعة المنتجات الصينية للانتقام من استخدام حق النقض الصيني.এদিকে অনলাইন একটিভিস্টরা, চীনের ভেটো প্রদানের কারণে সে দেশের পণ্য বয়কট করার জন্য এক প্রচারণা শুরু করেছে।
20على تويتر، تدار هذه الحملة تحت وسم #BoycottChina4Syria.টুইটারে # বয়কটচায়ন৪(ফর)সিরিয়া নামক হ্যাশট্যাগের আওতায় এই প্রচারণা চালু করা হয়েছে।
21وكتبت لينا الطيبي:লিনা তিবি লিখেছে [আরবী ভাষায়]:
22من أجل سوريا وشعبها واطفالها الذين يقتلون قاطعوا حق الفيتو الذي اعلنته الصين.. قاطعوا المنتجات الصينية@লিনাতিবি:সিরিয়া আর তার জনগণ এবং শিশুদের, যাদের খুন করা হচ্ছে, তাদের স্বার্থে, দয়া করে চীনের ভোটো বর্জন করুন……চীনের পণ্য বর্জন করুন।