Sentence alignment for gv-ara-20140317-33084.xml (html) - gv-ben-20140308-42139.xml (html)

#araben
1انعقاد شراكة بين الأصوات العالمية ومنظمة اللاجئين المتحدينরিফিউজি ইউনাইটেডের সাথে গ্লোবাল ভয়েসেসের অংশীদার
2منظمة اللاجئين المتحدينরিফিউজি ইউনাইটেড
3أصبح العالم الآن متصل ببعضه البعض أكثر من أي وقت مضى، ولكن عندما ينزح اللاجئون هاربين من صراع أو كارثة ما ينقطع اتصالهم مع أحبائهم - أحيانًا للأبد.আগের যেকোন সময়ের চেয়ে পৃথিবী আরও সংযুক্ত হয়েছে। কিন্তু উদ্বাস্তুরা কোন দ্বন্দ্ব বা দুর্যোগের সম্মুখীন হলে প্রিয়জনদের সাথে যোগাযোগ হারান - কখনও কখনও এটি চিরকালের জন্য।
4من ضمن 43 مليون لاجئ في العالم، عدد كبير منهم لن يرى عائلته ثانية لعدم وجود طريقة للاتصال بهم.বিশ্বব্যাপী ৪৩ মিলিয়ন উদ্বাস্তুর মধ্যে, একটি বিশাল সংখ্যা আবার কখনই তাদের পরিবারের দেখা পান না, কারণ তাদের কাছে পৌঁছানোর কোন উপায় থাকে না।
5منظمة اللاجئين المتحدين Refugees United تسعى من أجل استخدام الإنترنت والمحمول من أجل لم شمل هذه العائلات.রিফিউজি ইউনাইটেড এমন একটি সংস্থা যেটি বিদীর্ণ উদ্বাস্তু পরিবারকে সাহায্য করার জন্য ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহার করে।
6তাদের পদ্ধতির ব্যবহারকারীরা বেনামী থাকার ক্ষেত্রে শুধুমাত্র নিরাপদ তথ্য আপলোড করেন যেটি শেয়ার করলেও তারা নিজেদের নিরপদ রাখতে পারেন।
7مستخدمو موقع المنظمة فقط يرفعون المعلومات التي يرون أنه من الآمن مشاركتها، حتى يظلوا مجهولين.ইতিমধ্যে অনেকেই রিফিউজি ইউনাইটেডের মাধ্যমে তাঁদের পরিবার এবং বন্ধুদের খুঁজে পেয়েছেন।
8وجد الكثير من العائلات ذويهم عبر الموقع، ولكن استمرار هذا النجاح يعتمد على معرفة اللاجئين بهذه المنصة.কিন্তু সেবার অব্যাহত সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করে উদ্বাস্তুরা কোথায় আছেন তা জানার উপর।
9كيف سيجد العائلات ذويهم؟কিভাবে তারা কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছায়?
10منذ العام الماضي ومترجمو الأصوات العالمية يعملون مع منظمة اللاجئين المتحدين لترجمة المحتوى التوعوي من إعلام اجتماعي ورسائل قصيرة إلى اللغات العربية، الفصحى منها والعامية السودانية، والفرنسية والصوماية والسواحيلية والأمهرية.গত বছর থেকে গ্লোবাল ভয়েসেসের অনুবাদকরা সোয়াহিলি, ফরাসি, সোমালি, আমহারিক, সুদানের আরবি ও প্রচলিত আরবি ভাষার প্রচার উপকরণ, সামাজিক মিডিয়া এবং এসএমএস বার্তা অনুবাদ করতে রিফিউজি ইউনাইটেডের সঙ্গে কাজ করে যাচ্ছে।
11شاركنا أيضًا نصائح من نشطاء على الأرض حتى نجعل الرسائل مناسبة للمجتمع المحلي وثقافته.এছাড়াও স্পষ্ট এবং সাংস্কৃতিকভাবে উপযুক্ত বার্তা কিভাবে দক্ষতার সাথে প্রেরণ করা যায়, সেরকম স্থানীয় উপদেশও আমরা শেয়ার করি।
12وضعت المنظمة هدفًا أن تصل إلى مليون شخص في العام 2015 ويشرف الأصوات العالمية أن تدعم هذه الجهود.রিফিউজি ইউনাইটেড আশা প্রকাশ করছে যে ২০১৫ সালের মধ্যে তারা ১০ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে চায় এবং গ্লোবাল ভয়েসেস তাঁদের সমর্থনের প্রস্তাব করে গর্বিত।
13تقول أيدا جينج، المسئولة بالمنظمة: شراكتنا مع الأصوات العالمية دليلًا على كيفية وصولنا إلى المزيد من العائلات عبر شراكة مع الشبكة القوية للأصوات العالمية المكونة من الكثير من المدونين والمترجمين.রিফিউজি ইউনাইটেডের ইদা জেং বলেছেন, “তাদের অনুবাদক ও ব্লগারদের শক্তিশালী নেটওয়ার্কের সহযোগীতার দ্বারা আমরা যে আরও বেশি পরিবারের কাছে পৌঁছতে পারি গ্লোবাল ভয়েসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব তাঁর একটি প্রমাণ।”
14قوة لم الشملপুনরায় সংযোগ শক্তি
15على مدونة المنظمة، هناك الكثير من القصص عن لم الشمل وإعادة الوصال بين العائلات.রিফিউজি ইউনাইটেডের ব্লগে তাঁদের প্রসার ও পুনঃমিলন সম্পর্কে অগণিত গল্প রয়েছে।
16يوضح مقطع الرسوم المتحركة التالي قصة امرأة تدغى إستيل والتي وجدت أختها بعد 16 سنة من الفراق.এই অ্যানিমেশন ​​ইস্তেলে নামের একজন মহিলার গল্প বলছে, যিনি প্রায় ১৬ বছর বিচ্ছেদের পর তার বোনকে ফিরে পান। এবং এখানে দুই জন ভাইয়ের একটি ভিডিও রয়েছে।
17وهذا الفيديو يوضح أخوين من الكونجو، افترقت بهم السبل لخمس عشرة سنة وكيف تقابلوا على جوجل هانج أوت لأول مرة عبر منصة المنظمة.তাঁরা এই রিফিউজি ইউনাইটেডের মাধ্যমে একে অপরের অবস্থান নিশ্চিত করার পরে গুগল হ্যাঙ্গআউটের মাধ্যমে প্রথমবারের মতো সাক্ষাৎ পায়। তারা ​​১৫ বছরের জন্য পৃথক ছিল।