Sentence alignment for gv-ara-20150408-37296.xml (html) - gv-ben-20150406-48098.xml (html)

#araben
1وحيد قرن هائج يهاجم سوق في نيبالনেপালে বাজারের মধ্য দিয়ে পালিয়ে যাওয়া এক গন্ডারের উন্মত্ত ছোটাছুটি
2صورة مشاركة على تويتر من قبل المدون النيبالي @janakdangolনেপালি ব্লগার @জনকদঙ্গল এর টুইট করা ছবি
3اقتحم أحد حيوانات وحيد القرن صباح يوم 30 مارس / آذار سوق مزدحمة وبمحاذاة أحد المشافي مما أسفر عن مقتل إمرأة تبلغ من العمر 61 عامًا وإصابة عدة أشخاص، في بلدة تبعد 50 ميلاً الى الجنوب من العاصمة النيبالية كاتماندو.নেপালের রাজধানী কাঠমান্ডুর ৫০ মাইল দক্ষিণে অবস্থিত একটি শহরে গত ৩০ মার্চ তারিখ সকালে এক শিং বিশিষ্ট একটি গণ্ডার ব্যস্ত বাজার এবং হাসপাতালের কাছ দিয়ে দৌড়ে যায়। সে সময় এটি ৬১ বছর বয়সী একজন বৃদ্ধা এবং আরও বেশ কয়েকজন লোককে আহত করে।
4نيبال هي موطن ل534 من أصل ثلاثة آلاف حيوان وحيد قرن مهدد بالانقراض في العالم.সারা বিশ্বের এক শিং বিশিষ্ট বিলুপ্তপ্রায় ৩ হাজার গণ্ডারের মধ্যে ৫৩৪ টির বসবাস নেপালে।
5تقع الحديقة الوطنية شيتوان التي أتى منها وحيد قرن على بعد 28 ميل عن موقع الحادث، وتحوي على 503 من فصيلته النادرة.যে স্থানে ঘটনাটি ঘটেছে সেটি দেশটির চিটওয়ান জাতীয় উদ্যান থেকে ৩০ মাইল দূরে অবস্থিত। উদ্যানটিতে ৫০৩ টি এক শিং বিশিষ্ট গণ্ডার রয়েছে।
6বিলুপ্তপ্রায় এই প্রজাতিটি সংরক্ষণের উদ্যোগ নেয়ার জন্য এবং বন্যপ্রাণী আক্রমণ দমন করতে উদ্ভাবনী পদ্ধতি আবিষ্কারের জন্য নেপাল আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
7حصلت نيبال على اعتراف دولي لجهودها وبأساليب مبتكرة للحد من هجمات الصيد البرية.চিটওয়ান সংরক্ষিত ভূমিতে এই বিলুপ্তপ্রায় প্রাণীটির দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক জনসংখ্যা রয়েছে।
8تحتفظ شيتوان بثاني أكبر عدد في العالم لحيوانات وحيد القرن المعرضة للانقراض، الذي يزن في المتوسط 2-3 طن.যার গড় ওজন ৪,০০০-৬,০০০ পাউন্ড। বিংশ শতাব্দীর শুরুতে শিকারের কারনে অরক্ষিত এই এক-শিং বিশিষ্ট গণ্ডার কমতে কমতে বিলুপ্তির কাছাকাছি পৌঁছে গেছে।
9استنزاف الصيد أعداد وحيد القرن إلى حد يقارب الانقراض في أوائل القرن العشرين.গত কয়েক দশকে কঠোর সংরক্ষণ প্রচেষ্টায় এদের জনসংখ্যা কিছুটা বেড়েছে।
10أدت جهود المحافظة الصارمة عددها خلال العقود القليلة الماضية.বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে নেপাল উল্লেখযোগ্য অবদান রেখে আসছে।
11وقد لعبت نيبال دورًا كبيرًا في الحفاظ على الحياة البرية.২০১১ সাল থেকে ২০১৩ সালের মধ্যে নেপালে কোন চোরাশিকারের ঘটনা ঘটেনি। একটিও বাঘ কিংবা গণ্ডার হত্যা করা হয়নি।
12بين عامي 2011 و 2013، لم يكن هناك صيد غير مشروع في نيبال.একটি নেপালি সংবাদ ওয়েবসাইট পাহিলপোস্টে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, গণ্ডারটি হেতাউদা শহরের মধ্য দিয়ে উত্তেজিত হয়ে এদিকওদিক ছোটাছুটি করেছে।
13لم يتم قتل نمر أو وحيد القرن واحد.এ শহরটিতে প্রায় ৮৫ হাজার লোক বসবাস করে।
14أفاد الموقع الإخباري النيبالي Pahilopost أن الحيوان اجتاح هيتاودا، وهي مدينة يقارب عدد سكانها 85 ألف شخص.হেতাউদা হাসপাতালের কাছাকাছি গণ্ডারটিকে ধরতে পারা গেছে এবং সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে খবর ছড়িয়ে পড়ে।
15وتم نشر صور وحيد القرن قرب مستشفى هيتاودا على وسائل الإعلام الاجتماعية. غرد السكان المحليين الصور ومقاطع الفيديو لوحيد القرن يركض في السوق قبل ذكر وسائل الإعلام الرئيسية.মূলধারার প্রচার মাধ্যমগুলো গণ্ডারটির পালানো নিয়ে প্রতিবেদন প্রকাশের আগেই স্থানীয়রা বাজারের চারপাশে গণ্ডারটির দৌড়াদৌড়ি করার বিভিন্ন ছবি এবং ভিডিও টুইট করেছেন।
16فيديو هروب وحيد القرن في هيتاودا من قبل كيشان بودل من المدينة نفسهاহেতাউদা শহরে দৌড়াদৌড়ি করতে থাকা গণ্ডার। হেতাউদা থেকে কিশান পোদেল ভিডিওটি পাঠিয়েছেন।
17غرد كومار باودل:কুমার পোদেল টুইট করেছেনঃ
18وحيد قرن يرعب سكان مدينة هيتاودا ويركض في أنحاء المدينة.হিতৌদায় শহরের মধ্য দিয়ে গণ্ডারটির ছোটাছুটি বাসিন্দাদের ভীত করে তোলে।
19وغرد الصحفي أوجوال أشاراياসাংবাদিক উজ্জ্বল আচার্য টুইট করেছেনঃ
20خلق وحيد القرن الفوضى في هيتاودا، نيبال . ظهر في منطقة مكتظة بالسكان.এক শিং বিশিষ্ট একটি গণ্ডার নেপালের হেতাউদাতে ঘনবসতিপূর্ণ এলাকাতে এসে শোরগোল ফেলে দিয়েছে।
21المزيد من الصور من تويتر لوحيد القرن في هيتاوداহেতাউদা থেকে গণ্ডারটির আরও কিছু ছবি টুইটার থেকে নেওয়া হয়েছে।
22تحدث الهجمات القاتلة للحيوانات البرية في المناطق القريبة من الحدائق الوطنية ومحميات الحياة البرية في نيبال.ছবিঃ @লেক্সলিম্বু, @নেপাল২০০৬ এবং @জনকদঙ্গলের থেকে আরদি বজ্রাচার্য নেপালে জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চলের খুব কাছে এই ভয়ানক বন্যপশু আক্রমণের ঘটনাটি ঘটেছে।
23وفقًا لدراسة أجريت عام 2008، قتل 36 نمرًا 88 شخصًا بين 1979-2006 حول حديقة شيتوان الوطنية.২০০৮ সালে করা একটি গবেষণা অনুযায়ী, চিটওয়ান জাতীয় উদ্যানের কাছাকাছি ১৯৭৯ সাল থেকে ২০০৬ সালের মধ্যে ৩৬ টি বাঘ ৮৮ জন মানুষকে হত্যার ঘটনা ঘটে।
24সরকার এবং সংরক্ষণ সংস্থাগুলো এ ধরনের আক্রমণ প্রতিরোধ করতে বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চলের খুব কাছে বসবাসকারী সম্প্রদায়গুলোকে লক্ষ্য করে বিভিন্ন সচেতনতামূলক প্রচারাভিযান চালাচ্ছে।
25لمنع الهجمات، تعمل المنظمات الحكومية والمحافظة على البيئة على نشر حملات توعية تستهدف المجتمعات التي تعيش على مقربة من محميات الحياة البرية.এটি প্রতিরোধে সৌর বেড়া, কংক্রিট পোস্টের মতো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং বিলুপ্তপ্রায় সম্প্রদায়ের চারপাশে পরিখা খনন করা হয়েছে।
26وقد تم تعزيز تدابير سلامة إضافية مثل الأسوار الشمسية، خنادق وأعمدة أسمنتية حول المجتمعات المعرضة للخطر.বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চলের কাছাকাছি বসবাস করা সম্প্রদায়গুলো তাদের জমিতে মেন্থা এবং ক্যামোমিল নামক সুগন্ধি ওষধি চাষও করতে শুরু করেছে।
27وقد بدأت المجتمعات القريبة من محميات الحياة البرية أيضًا زراعة النعناع، وإنتاج زيت المنثول، والبابونج في أراضيهم.এ গাছ থেকে মেন্থল তেল উৎপন্ন হয়। ধারনা করা হয় যে এই গাছগুলোর গন্ধ বন্যপ্রাণীদের দূরে রাখে।
28رائحة هذه النباتات تبقي الحيوانات البرية بعيدة، وتعد زراعة هذه المحاصيل بمثابة سياج الواقي.সংরক্ষণ অঞ্চলের চারপাশে যে জমিগুলোতে এই গাছগুলো চাষাবাদ করা হয়, সেগুলো নিরাপত্তামূলক বেড়া হিসেবে কাজ করে।
29এই গাছগুলো আবাদ করার উদ্ভাবনীমূলক চিন্তাধারাকে ২০১১ সালে বিবিসির আন্তর্জাতিক বিশ্ব চ্যালেঞ্জ পুরষ্কারে বিশ্বের সর্বোত্তম ১২ টি উদ্ভাবনীর মাঝে একটি হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।
30حصلت فكرة زراعة هذه المحاصيل على جائزة بي بي سي الدولية كواحدة من أفضل 12 من الابتكارات في العالم في 2011.স্থানীয় প্রশাসনের মতে, উদ্যান কর্মকর্তা এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দল গণ্ডারটিকে সংরক্ষণ অঞ্চলে ফিরিয়ে আনতে ব্যস্ত ছিল।
31بينما كانت الإدارة المحلية ومسؤولو الحديقة والمتطوعون المحليون مشغولون بتوجيه وحيد القرن للمحمية، كانت وسائل الإعلام الاجتماعية تعج بالنكات على مغامرة وحيد القرن.গণ্ডারটির এই বিপদসংকুল যাত্রা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কৌতুকে পরিপূর্ণ হয়ে উঠেছে। গণ্ডারটির পালিয়ে যাওয়া নিয়ে একজন মজা করে টুইট করেছেনঃ
32أحدهم غرد نكتة عن هروب وحيد القرن قائلًا:গণ্ডারটির হাসপাতালে ঢুকতে হল কেন, যেন মনে হচ্ছে [এটি] একটি ডাক্তার।
33لماذا أراد وحيد القرن الدخول للمستشفى؟আরেকজন সাংবাদিক ক্রিতি ভুজু টুইট করেছেনঃ
34هو ليس طبيب وغرد الصحفي كريتي بوجو:[দেখে মনে হচ্ছে] গণ্ডারটি হেতাউদা বাজারে কেনাকাটা করতে ঢুকেছে।
35يبدو أن وحيد القرن ذهب لسوق هيتاودا، هل سيعود عند الإغلاق؟সবগুলো দোকান বন্ধ হয়ে গেলে কি এটি তাঁর জায়গায় ফিরে যাবে?