Sentence alignment for gv-ara-20120409-20865.xml (html) - gv-ben-20120409-24628.xml (html)

#araben
1بودكاست الأصوات العالمية: محاسن ومساوئ الحملات على الإنترنتগ্লোবাল ভয়েসেস পডকাস্ট: অনলাইনে ভাল-মন্দ বিভিন্ন প্রচারণা
2مرحباً أيها العالم!হ্যালো বিশ্ব!
3مرحباً بكم في نسخة جديدة من بودكاست الأصوات العالمية.স্বাগতম গ্লোবাল ভয়েসেস পডকাস্টের আরেকটি সংস্করণে।
4في هذه النسخة لدينا مشاركة بصوت شريكي في الاستضافة يزن بدران، كاتب في الأصوات العالمية من سوريا يقيم في اليابان.এই সংস্করণটিতে আ্মাদের সাথে রয়েছেন গ্লোবাল ভয়েসেসের সহ পৃষ্ঠপোষক, জাপানে অবস্থানকারী সিরিয়াভিত্তিক লেখক ইয়াযান বাদরান।
5الموضوع هذا الشهر هو حملات وسائل الإعلام الإجتماعية العالمية: الجيد، السيئ، والشنيع.এই মাসের বিষয়টি হলো বিশ্বব্যাপী সামাজিক মিডিয়া প্রচারণা: ভালো, মন্দ এবং কুৎসিত।
6وجهات نظر من أفريقيا عن كوني 2012আফ্রিকা থেকে কনি ২০১২ সম্পর্কে মতামত
7في الشهر الماضي شهدنا إحدى أكثر حملات وسائل الإعلام الإجتماعية إثارة للجدل تشعل تويتر، فيسبوك ومواقع تواصل إجتماعي أخرى أيضاً.গতমাসে আমরা টুইটার, ফেসবুক ও অন্যান্য সামাজিক নেটওয়ার্কে সামাজিক মিডিয়ার অন্যতম একটি সবচেয়ে বিতর্কিত প্রচারণা জ্বলে উঠতে দেখেছি।
8حملة “كوني 2012″ من قبل منظمة أطفال غير مرئيين لاقت رواجاً مع فيديو عن مجرم الحرب الأوغندي جوزيف كوني الذي شاهده الملايين من البشر.অদৃশ্য শিশু প্রতিষ্ঠানের উগান্ডান যুদ্ধাপরাধী জোসেফ কনি সম্পর্কিত একটি ভিডিও “কনি ২০১২” প্রচারণাটিকে ভাইরাসের মতো ছড়িয়ে যেতে দেখেছি যা লক্ষ লক্ষ মানুষ দেখেছে।
9ولكن هل كانت الطريقة الأمثل لإلقاء الضوء على مسألة ما؟এটা কী কোন একটি বিষয়কে গুরুত্বপূর্ণ করে তোলার সঠিক পথ।
10تتبعنا عدة ردود هنا.এখানে আমরা কয়েকটি প্রতিক্রিয়া অনুসরণ করেছি।
11كان هناك الكثير من نقاط الانتقاد عندما يتعلق الأمر بالمشروع، على الأقل من الأشخاص في أوغندا.প্রকল্পটিতে যখন এটা এসেছিলে তখন এতে সমালোচনার অনেকগুলো দিক ছিল। তবে সেগুলোর কোনটিই উগান্ডার জনগণের পক্ষ থেকে আসেনি।
12روزبل كاقونمير صحفية، مدونة وكاتبة في الأصوات العالمية من أوغندا، تعيش في كامبالا.রোজবেল কাগুমায়ার কাম্পালায় বসবাসরত একজন সাংবাদিক, ব্লগার উগান্ডার প্রতিনিধিত্বকারী গ্লোবাল ভয়েসেসের লেখক।
13تعمل كرئيسة تحرير القناة 16، موقع إخباري يعمل بواسطة مدونين عن أخبار الصراعات الإنسانية.তিনি দ্বন্দ্ব এবং মানবিক খবর সম্পর্কিত ব্লগারদের সংবাদ সাইট চ্যানেল ১৬-এর একজন সম্পাদক হিসাবে কাজ করছেন।
14عندما شاهدت فيديو كوني 2012 لأول مرة، قامت روزبل برفع رد على موقع يوتيوب انتقادي للغاية تم استعراضه أكثر من 500.000 مرة.কনি ২০১২ভিডিওটি প্রথমবার দেখার পর রোজবেল খুবই সমালোচনামূলক একটি ইউটিউব প্রতিক্রিয়া আপলোড করেন যা ৫ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে।
15تشاركنا أفكارها عن رد فعلها الأولي. مواطنون في عدة أمم أفريقية يختلفون مع حملة كونيতিনি আমাদের সঙ্গে তার প্রাথমিক প্রতিক্রিয়া সম্পর্কে তার চিন্তাভাবনা ভাগাভাগি করেন।
16فيمي أديسينا نيجيرية من مواليد بريطانيا وتقنية مبدعة والتي تصف نفسها كأفريقية في المهجر.আফ্রিকার অনেক দেশের নাগরিকরা কনি প্রচারণার সাথে ইস্যু গ্রহণ করেছে।
17تتفق على أن هناك مشاكل بخصوص كوني 2012، ولكنها تعتقد أنه من الصعب أن تكون انتقادية للغاية عندما يحمل الناس أفضل النوايا.‘ব্রিটিশবংশোদ্ভূত নাইজে্রীয় ওয়েব এবং সৃজনশীল প্রযুক্তিবিদ ‘ফেমি আদেসিনা নিজেকে একজন অভিবাসী (Diaspora) আফ্রিকান হিসেবে নিজেকে বর্ণনা করেন। তিনি স্বীকার করেন যে কনি ২০১২ নিয়ে সমস্যা রয়েছে।
18هل حملات وسائل الإعلام الإجتماعي شيء جيد دوماً؟তবে মানুষের সর্বোত্তম সদিচ্ছার ক্ষেত্রে বেশি সমালোচনা করা কঠিন বলে মনে করেন।
19الحملات على الإنترنت ليست بالشيء الجديد.সামাজিক মিডিয়ার প্রচারণাগুলো কী সবসময় ভাল?
20يمكن أن تكون طريقة جيدة للاستفادة من مساهمات الآراء، جذب المتطوعين بل حتى جمع المال.অনলাইন প্রচারণার নতুন কিছু নয়। বহুজন প্রসূত মতামত স্বেচ্ছাসেবীদের আকর্ষণ এবং এমনকি অর্থ সংগ্রহ করার জন্যে একটি ভাল উপায়।
21يقول يزن أن مكافحة مشروع قانون وقف القرصنة على الإنترنت كان فعالاً للغاية.ইয়াযান যুক্তি দেখান যে সোপা-বিরোধী ব্ল্যাকআউটস বেশ কার্যকর।
22زودوا العديد من الناس بالمعلومات وعلّموهم عن أخطار الرقابة المؤسسية على شبكة الإنترنت.ওগুলো তথ্যপূর্ণ এবং ওয়েবের প্রাতিষ্ঠানিক সেন্সরশীপের বিপদ সম্পর্কে অনেক মানুষকে শিক্ষিত করেছে।
23ألقينا السؤال على مجتمع الأصوات العالمية مطالبين بأفكارهم حول حملات الإنترنت.আমরা অনলাইন প্রচারণাগুলো সম্পর্কে তাদের চিন্তা-ভাবনা জানার জন্যে গ্লোবাল ভয়েসেস কমিউনিটির বাইরে প্রশ্নটি ছুঁড়ে দিয়েছিলাম।
24شكراً لـ أستريس ماسوراس من اليونان، لوفا راكوتامالالا من مدغشقر، محمد رجب من مصر، رنا خطّاب من فلسطين وتقيم في السعودية، ومحمد عادل من اليمن لآرائهم.গ্রীসের এস্তেরিস ম্যাসুরাস, মাদাগাস্কারের লোভা রাক্তমালালা, মিশরের মোহাম্মেদ রাগাব, প্যালেস্টাইনভিত্তিক সৌদি আরবের রানা খাত্তাব এবং ইয়েমেনের মোহাম্মেদ আদেলকে তাদের মতামতের জন্যে ধন্যবাদ।
25أشارت حملة اتحدوا من أجل سوريا إلى التصعيد في المظاهرات والعنف في هذا البلد من خلال تشجيع أناس عبر العالم على رفع صورهم لإظهار دعمهم للسوريين.ছবি আপলোড করে সারা বিশ্বের মানুষকে সিরিয়াবাসীদের প্রতি তাদের সমর্থন প্রদর্শনে উৎসাহিত করার সিরিয়ার জন্যে এক হোন, সেই দেশটিতে বিক্ষোভ এবং সহিংসতার তীব্রতা বাড়িয়ে দিয়েছে।
26أخبرنا طارق عمرو، مهندس وكاتب في الأصوات العالمية من القاهرة، مصر، المزيد عن الحملة التي شملت مشاهير عالميين.মিশরের কায়রোর প্রকৌশলী এবং গ্লোবাল ভয়েসেসের লেখক তারেক আমর প্রচারণাটি সম্পর্কে আমাদের আরো বলেছেন, যেখানে আন্তর্জাতিক সেলিব্রেটিরাও জড়িত।
27العلاقات العامة للجمعيات الخيرية والمنظمات غير الحكوميةদাতব্য এবং এনজিওদের জন্যে জনসংযোগ
28فضلا عن جهود قراس رووتس، هناك شركات علاقات عامة تعمل بشكل وثيق مع حملات الإنترنت غير الربحية وجمعيات الناشطين.তৃণমূল পর্যায়ের প্রচেষ্টার পাশাপাশি অলাভজনক এবং অ্যাক্টিভিস্ট দলগুলোর জন্যে অনলাইন প্রচারণাগুলোতে ঘনিষ্ঠভাবে কর্মরত বিভিন্ন জনসংযোগ কোম্পানি রয়েছে।
29بويد نيل المدير المساعد ومدرب عالمي لوسائل الإعلام الإجتماعي والاتصالات الرقمية في هيل ونولتون في كندا.বয়দ নিল হলেন কানাডার হিল ও নোল্টন কৌশলের সিনিয়র সহ-সভাপতি (এসভিপি) এবং সামাজিক মিডিয়া এবং ডিজিটাল যোগাযোগের জন্যে জাতীয় অনুশীলনের নেতা।
30يقول الحصول على حق الشبكات الإجتماعية صعب.তিনি বলছেন সামাজিক ওয়েবকে ঠিক করা কঠিন।
31يبدو أنه من ضيوفنا في هذه النسخة قد انقسموا في آرائهم وتفسيرهم لحملة كوني، ولكن معظمهم اتفقوا على أن فكرة الشبكات الإجتماعية تساعد على تضخيم رسالة ما بطريقة جيدة.এই সংস্করণটিতে কনি প্রচারাভিযানে তারা যা তৈরী করেছে তার জন্যে আমাদের অতিথিদের বিভক্ত মনে হলেও, সামাজিক ওয়েব যে একটি বার্তাকে ভাল দিকে সম্প্রসারণ করতে সাহায্য করতে পারে সেই ধারণাটিতে তাদের অধিকাংশই একমত।
32بالتأكيد، كل هذا يعتمد على كيفية قياسك للنجاح.অবশ্যই, সবকিছু নির্ভর করে কীভাবে আপনি সাফল্য পরিমাপ করছেন তার উপর।
33تضخيم رسالة ما، ليس بالضرورة ترجمتها للتأثير المطلوب خارج نطاق الإفتراضবার্তা সম্প্রসারণ এমন নয় যে অন্তর্জালিক জগৎ ছাড়িয়ে তা সব সময়েই কাঙ্ক্ষিত ফলাফলে অনুদিত হবে।
34شكراً لإستماعكم!শোনার জন্যে ধন্যবাদ!
35نأمل أن تكونوا قد استمعتم بهذه النسخة من البودكاست.আমরা আশা করি আপনার পডকাস্টের এই সংস্করণটি উপভোগ করেছেন।
36شكراً جزيلاً لـ يزن لكونه شريك عظيم ومعاون رائع في التقديم، إضافة إلى جميع الضيوف المذهلين.বিশাল সঙ্গ দেয়ার এবং একটি জ্বলজ্বলে সহ-উপস্থাপনার জন্যে ইয়াযানকে এবং আমাদের সমস্ত জ্ঞানগর্ভ ও বিস্ময়কর অতিথিদের প্রকাণ্ড একটি ধন্যবাদ।
37بودكاست الأصوات العالمية، العالم يتحدث، نأمل أن تكون قد استمعت!গ্লোবাল ভয়েসেস পডকাস্টে পৃথিবী কথা বলছে, আশা করি আপনারা এতক্ষণ শুনছিলেন!
38نسب الموسيقىসঙ্গীত স্বীকৃতি
39أثناء البودكاست يمكنك الاستماع إلى العديد من موسيقى المشاع الإبداعي المحببة.পডকাস্টে আপনি প্রচুর মনোমুগ্ধকর সৃজনশীল সাধারণ সঙ্গীতের শুনতে পাবেন।
40شكراً لـ مارك كوتون لإبداعاته الرائعة والشكر أيضاً لكل الأصوات الرائعة خلال الأداء والمقاطع التي ساعدت في تجميع البودكاست معاً.মার্ক কটনকে ধন্যবাদ তার অসাধারণ সৃষ্টির জন্যে এবং ধন্যবাদ পডকাস্টটিকে একসঙ্গে জোড়া লাগাতে সাহায্য করা চমৎকার সমস্ত নেপথ্য কণ্ঠদান এবং ক্লিপগুলোর জন্যে।
41بودكاست الأصوات العالمية، العالم يتحدث، نأمل أن تكون قد استمعت!গ্লোবাল ভয়েসেস পডকাস্টে পৃথিবী কথা বলছে, আশা করি আপনারা শুনছেন!
42http://archive.org/download/GvPodcast10/GV10.mp3
43Podcast: Play in new window | Downloadhttp://archive.org/download/GvPodcast10/GV10.mp3 Podcast: Play in new window | Download