Sentence alignment for gv-ara-20140815-34985.xml (html) - gv-ben-20140904-44720.xml (html)

#araben
1সেন্সরশিপ নিয়ে ইঁদুর-বিড়াল খেলায় বুদ্ধিতে সরকারকে ছাড়িয়ে গেছে ইরানের ইন্টারনেট ব্যবহারকারীরা
2لعبة القط والفأر بين الحكومة الإيرانية ومستخدمي الإنترنتছবিঃ ফ্রেড্রিক জাকব, অনুমতিক্রমে ব্যবহৃত।
3الصورة لفريدريك جاكوبس، مستخدمة بإذن. تور، أداة تصفح مشهورة للاتصال بدون الكشف عن الهوية على شبكة الإنترنت، يستخدمها الإيرانيون بكثرة لتجاوز الرقابة على الإنترنت.অনেক ইরানি ইন্টারনেট সেন্সরশিপকে পাশ কাঁটিয়ে যেতে টর নামে একটি জনপ্রিয় টুল ব্যবহার করেন।
4كانت قد منعت أواخر شهر تموز/يوليو حتى بداية شهر آب/أغسطس الأمر الذي أدى إلى تقلص الاستخدام اليومي بنسبة 75 بالمئة بواقع 40 ألف اتصال يومي.এটি কোন ব্যক্তির পরিচয় লুকিয়ে রাখতে সাহায্য করে। জুলাই মাসের শেষ থেকে আগস্ট মাস শুরু হওয়া পর্যন্ত টুলটি বন্ধ করে রাখা হয়েছে।
5টুলটি বন্ধ করে দেয়ার ফলে ইরানের শতকরা ৭৫ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী অর্থাৎ হিসেব অনুযায়ী ৪০ হাজার দৈনিক ব্যবহারকারী টর এর সাথে যুক্ত হতে পারেন নি।
6تقوم الحكومة الإيرانية بنشر تحديثات دورية على قوائم الحجب بهدف منع حركة المرور عبر تور، الأمر الذي يستجيب المستخدمون له في نفس اليوم بالحل المناسب.ইরান সরকার কিছুদিন অন্তর অন্তর ইন্টারনেট ছাঁকনের জন্য নতুন নতুন নিয়ম নীতি গ্রহণ করে থাকে। টর ট্রাফিক বন্ধ করে দেয়ার উদ্দেশ্যেই নতুন নিয়ম করা হয়েছে।
7يواجه تور حساسية خاصة في إيران بعد أن اُستخدم على نطاق واسع من قبل النشطاء والمحتجين والمواطنين الصحفيين في 2009 أثناء الحركة الخضراء.টর ব্যবহারকারী সম্প্রদায় বৈশিষ্ট্য সূচকভাবে একই দিনে এই প্রতিবন্ধকতার প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছেন।
8يستخدمه نشطاء رقميين من حول العالم إذ أنه يتيح الوصول إلى أي موقع عبر شبكة من الخوادم الوسيطة التي تخفي هوية المستخدم وتجعل من مهمة كشفه صعبة للغاية، الأمر الذي أتاح لهم التحايل على الرقابة.সক্রিয় কর্মী, প্রতিবাদকারী এবং নাগরিক সাংবাদিকেরা ২০০৯ সালের সবুজ আন্দোলনের সময় থেকে টর ব্যবহার করতে শুরু করেন। তখন থেকে এটির কিছু নির্দিষ্ট স্পর্শকাতরতা ছিল।
9সারা বিশ্বের ডিজিটাল সক্রিয় কর্মীদের ব্যবহৃত সফটওয়্যারটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দসই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারতেন।
10একটি নেটওয়ার্কে মধ্যস্থতাকারী আরেকটি সার্ভার ব্যবহার করার মাধ্যমে সুরঙ্গ তৈরি করে সফটওয়্যারটি কাজ করে।
11تور هو برنامج مفتوح المصدر وله مجتمع كبير من المستخدمين والمطورين الذين يعملون على كشف ومعالجة الثغرات الأمنية فيه بالإضافة لمواجهة الحجب من قبل الحكومات.ফলে এ প্রক্রিয়াতে ব্যবহারকারী তাঁর ব্যবহারের সমগ্র পথ জুড়ে নাম পরিচয় গোপন রাখতে পারেন। এতে করে আইএসপিদের পক্ষে ব্যবহারকারীদের অবস্থান নির্নয় করা সম্ভব হয় না।
12في 30 تموز/يوليو، أفاد مشروع تور أنه لا يمكن للمستخدمين الوصول إلى اتصالاته العادية في إيران وأظهرت المقاييس انخفاضًا يوميًا في عدد مستخدمي الخدمة.এভাবে তারা সরকার কর্তৃক আরোপিত সেন্সরশিপ খুব সহজেই পাশ কাঁটিয়ে যেতে পারেন। টর একটি ওপেন সোর্স সফটওয়্যার।
13في رسالة بالبريد الإلكتروني إلى الأصوات العالمية، أوضح المدير التنفيذي للمشروع أندرو لومان يوم 4 آب/أغسطس أن السلطات “خنقت” أو أبطأت بشدة من سرعة تدفق المعلومات عبر الشكبة ما يظهر على أنهم حجبوا الخدمة “إيران تخنق تدفق بيانات لأيّة بروتوكولات تبدو مشفرة أو SSL” يقول.একটি বিশাল সম্প্রদায় এটি ব্যবহার করেন। বিপুল সংখ্যক সফটওয়্যার প্রস্তুতকারক ইন্টারনেট নিরাপত্তা ছিদ্র এবং যান্ত্রিক ত্রুটি অনুসন্ধান করতে এবং এগুলো দূর করতে কাজ করেন।
14“هذا يشمل تور الأصلي لكن ممرات النقل بقيت تعمل على ما يرام”.এগুলোর পাশাপাশি তারা সরকের আরোপিত ছাঁকন ব্যবস্থা অকার্যকর করে দিতেও কাজ করে থাকেন।
15حدد ليومان التحدي الرئيسي الذي يواجهه مستخدموا متصفح تور وأدوات إخفاء الهوية الأخرى: في حين تبقى الحكومات عمومًا غير قادرة على فك ترميز المرور مجهول المصدر على الإنترنت لكنها قادرة على تمييز حركة المرور أكانت مجهول المصدر أو مرمزة.টর প্রকল্পটি গত ৩০ জুলাই তারিখে জানিয়েছে, ইরানে সফটওয়্যারটির নিয়মিত ব্যবহারকারীরা টরের সাথে আর যুক্ত হতে পারছেন না। টর এ সংযুক্ত হওয়া ব্যবহারকারীর সংখ্যা টর মেট্রিক্সে প্রতিদিন কমে যেতে দেখা যাচ্ছে।
16টর প্রকল্পের নির্বাহী পরিচালক এ্যান্ড্রু লিউম্যান ৪ আগস্ট তারিখে গ্লোবাল ভয়েসেসের কাছে পাঠানো একটি ই-মেইলে বার্তায় ব্যাখ্যা করেছেন, কর্তৃপক্ষ টুটি চেপে ধরছেন বা কঠোরভাবে নেটওয়ার্ক ট্রাফিকের গতি ধীর করে দিচ্ছে।
17وإذا كانوا يريدون، يستطيعون إغلاقها، هذا ما فعلته الحكومة الإيرانية قبل أسابيع قليلة.তিনি বলেছেন, “ইরান যেকোন প্রটোকলের টুটি চেপে ধরছে।
18“ممرات النقل” هو ما حدده ليومان كحل، وهو نوع من المقابس على تور التي تتصل بالشبكة باستخدام مسار مخفي يعرف بالجسر.ফলে এটিকেই দেখতে এসএসএল ট্রাফিক বা এনক্রিপশন এর মতো লাগছে। এতে স্থানীয় টর অন্তর্ভুক্ত আছে।
19هذه الآلية تجعل من الصعب على الحكومات رؤية حركة المرور وبالتالي صعوبة حجبه.তবে প্লাগেবল ট্রান্সপোর্টগুলো বেশ ভালো কাজ করে”।
20টর এবং অন্যান্য পরিচয় গোপনকারী টুলগুলোকে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় লিউম্যান সেটি চিহ্নিত করেছেনঃ সাধারনত সরকার যখন পরিচয় গোপনকারী ট্রাফিক কোডগুলোকে অনলাইনে ভাঙ্গতে পারে না, তখন তারা খুব সহজেই পরিচয় গোপনকারী বা এনক্রিপটেড ট্রাফিকগুলোকে একটি থেকে আরেকটিকে আলাদা করতে পারে।
21في مقابلة مع الأصوات العالمية، قال الباحث في أمن المعلومات فريدريك جاكوبس، “من الجيد أنهم حجبوا متصفح تور مؤقتًا فالوقت الآن ليس حاسمًا بالنسبة للنشطاء”.আর তারা যদি চান তবে এই পৃথককারী ট্রাফিকগুলো বন্ধ করে দিতে পারেন। কয়েক সপ্তাহ আগে ইরান সরকার এ কাজটিই করেছে।
22وأوضح بأن الأمر كان درسًا جيدًا لكثير من المستخدمين الإيرانيين للبدء باستخدام “الجسور” التي يصعب جدًا مراقبتها وبالتالي حجبها.লিউম্যান এ সমস্যার একটি সমাধান খুঁজে পেয়েছেন, যার নাম “প্লাগেবল ট্রান্সপোর্ট”।
23بعد الحجب في نهاية تموز/يوليو.এটি এক ধরনের টর সংযোগ।
24اكتسب المتصفح ثلاثة آلاف مستخدم جديد وجميعهم يستخدمون الجسور من خارج وصلات متصفح تور العادية.এটি ব্রিজ নামে পরিচিত যা একটি লুকানো পথ ব্যবহার করে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে থাকে।
25الأمر الرئيسي هنا، يقول جاكوبس، “على الرغم من أن المتصفح يستخدم لإخفاء الهوية إلا أنه لا يخفي حقيقة أنك تستخدمه إذا كنت لا تستخدم ممرات النقل”.এই কাজের পদ্ধতিটি সরকারের পক্ষে ট্রাফিক খুঁজে পাওয়ার কাজটি আরও জটিল করে তোলে। আর এভাবে সরকারের পক্ষে ট্রাফিকটি বন্ধ করাও বেশ কঠিন হয়ে যায়।
26ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক গবেষক ফ্রেডেরিক জ্যাকোব গ্লোবাল ভয়েসেসকে দেয়া এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন, “আমি মনে করি, এ ব্যাপারটি বেশ ভালো যে তারা সাময়িকভাবে এটি [টর] বন্ধ করে দিয়েছেন।
27مقاييس تور تظهر تزايدًا ملحوظًا في عدد الإيرانيين الذين يستخدمون جسور متصفح تور بعد حجب الخدمة عن الموقع الأم.তারা এমন এক মুহুর্তে কাজটি করেছেন, যখন এটি সক্রিয় কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেনি।”
28في 5 آب/أغسطس ذكر ناريمان غريب، باحث الإنترنت من مقره في لندن عبر حسابه على تويتر أن الإتصال بمتصفح تور قد تمت استعادته.জ্যাকব আরও ব্যাখ্যা করেছেন, অনেক ইরানি ব্যবহারকারীকে এটি শিক্ষা দিল যে তাদেরকে ব্রিজ ব্যবহার করা শুরু করতে হবে।
29تم فتح الاتصال المباشر عبر تور مجددًا في إيرانসেন্সরকারীদের পক্ষে ব্রিজ বন্ধ করে দেয়া খুব কঠিন কাজ।
30তবে জুলাই মাসের শেষ দিকে টর বন্ধ করে দেয়ার পর থেকে এ পর্যন্ত আরও ৩০০০ জন নতুন ব্যবহারকারী টর ব্যবহার করতে শুরু করেছেন।
31তারা নিয়মিত টর সংযোগের বাইরেও বিভিন্ন ব্রিজ ব্যবহার করছেন।
32জ্যাকব বলেছেন, “একেবারে মূল বিষয়টি হচ্ছে টর যদিও পরিচয় গোপন রাখতে ব্যবহৃত হয়, তবে আপনি টর ব্যবহার করছেন তা কিন্তু এই সফটওয়্যারটি লুকিয়ে রাখতে পারে না।
33আপনি যদি প্লাগেবল ট্রান্সপোর্ট ব্যবহার না করেন তবে আপনি যে টর ব্যবহার করছেন তা প্রকাশিত থেকে যাবে।
34টর মেট্রিক্স দেখিয়েছে যে স্থানীয় টর সাময়িকভাবে বন্ধ করে দেয়ার পর থেকে টর ব্রিজ ব্যবহারকারী ইরানির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
35লন্ডন ভিত্তিক ইন্টারনেট গবেষক নারিমান ঘারিব ৫ আগস্ট তারিখে তাঁর টুইটার পেজে জানিয়েছেন টর সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে।
36عُرف عن الحكومة الإيرانية انخراطها في لعبة القط والفأر مع متصفح تور منذ عام 2011 من أجل حجب الاتصال في البلاد.#ইরানে সরাসরিভাবে #টর এ প্রবেশের সংযোগ আবার খুলে দেয়া হয়েছে। ইরান সরকার ২০১১ সাল থেকে টরের সাথে ইঁদুর-বিড়াল খেলায় যোগ দিয়েছে।
37দেশটিতে টর এর সাথে সংযোগ বিচ্ছিন্ন করতেই তারা এ খেলা খেলছেন।
38واللعبة مازالت مستمرة.এখন পর্যন্ত খেলাটি চলছে।