Sentence alignment for gv-ara-20120906-25517.xml (html) - gv-ben-20120909-30874.xml (html)

#araben
1اليمن: غضب على مقتل 13 مدنياً بقصف طائرة أمريكية بدون طيّارইয়েমেন: মার্কিন ড্রোন আক্রমণে ১৩জন নিহত, ক্ষুদ্ধ ইয়েমেনীরা
2مرة أخرى تضرب الطائرات الأمريكية بدون طيار اليمن يوم الأحد في البيضاء مستهدفة المسلحين “المشتبه بهم” كالعادة.আরেকটি মার্কিন ড্রোন আক্রমণ রোববার (২রা সেপ্টেম্বর) ইয়েমেনের আল বায়ধাতে সাধারণ “সন্দেহভাজন” জঙ্গিদের লক্ষ্য করে আঘাত হেনেছে।
3في ما أصبح مشهداً متكرراً، لم تصب القذيفة الهدف وطبقاً لتقارير محلية قُتل 13 مدنياً، من ضمنهم 3 نساء.এবারেও বরাবরের মতোই লক্ষ্যভ্রষ্ট হয়ে স্থানীয় বিভিন্ন রিপোর্ট অনুসারে তিনজন নারীসহ ১৩ বেসামরিক জনগণ নিহত হয়েছে।
4غرّد جوش بقلي، الذي طوّر تطبيقاً يتتبع ضربات الطائرات بدون طيّار الأمريكية والذي رفضته أبل:মার্কিন ড্রোনগুলোকে চিহ্নিত করার একটি ব্যবহারিক প্রযুক্তি (অ্যাপ্লিকেশন) প্রস্তুতকারী (যদিও অ্যাপল সেটা অস্বীকার করেছে) - জশ বেগলি টুইট করেছেন:
5في اليوم 6 منذ رفضت أبل تطبيق Drones+، وقعت هجمات للطائرات بدون طيّار لمدة خمسة أيام في اليمن وباكستان.@জশবেগলি: অ্যাপল আমার ড্রোন+ অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যান করার ৬দিনের মধ্যে ৫দিনই ইয়েমেন ও পাকিস্তানে ড্রোন আক্রমণ করেছে।
6لاحظت، الصحفية إيونا كريق، والتي تعمل باليمن:ইয়েমেনে কর্মরত সাংবাদিক আইয়োনা ক্রেগ উল্লেখ করেছেন:
7ماذا يجب أن يقول هذا: أخطأت الطائرات الأمريكية بدون طيار هدفها، وقتلت أكثر من 3 نساء: http://bit.ly/PBj8gN@আইয়োনাক্রেগ: একে কী বলা যেতে পারে: ‘মার্কিন ড্রোন আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়ে তিনজন নারী নিহত': http://bit.ly/PBj8gN #ইয়েমেন
8وغرّدت عن ردة فعل المسئولين اليمنيين:একজন ইয়েমেনী কর্মকর্তার জবাবে তিনি টুইট করেছেন:
9الولايات المتحدة توقّع على الضربات في اليمن: ” مازلنا نحقق في هوية هؤلاء الرجال وما صلتهم بالقاعدة” http://bit.ly/R9QmTg@আইয়োনাক্রেগ: #ইয়েমেনে মার্কিন যুক্তরাস্ট্রের মার্কামারা আক্রমণ (এটি): “এসব লোকজন কারা ছিল এবং তারা কীভাবে আল কায়েদার সাথে সেটা আমরা এখনো তদন্ত করছি” http://bit.ly/R9QmTg
10دُهش مستخدمو الإنترنت من التقارير المتضاربة، والتي كانت في بداية الأمر طائرة أمريكية بدون طيار ثم أصبحت القصة بطريقة ما إلى طائرة يمنية بدلا عنها.সাংঘর্ষিক প্রতিবেদনে বিভ্রান্ত নেটনাগরিকরা। প্রথমে এই আক্রমণটিকে একটি মার্কিন ড্রোন হামলা বলা হলেও তারপর কীভাবে যেন গল্পটি বদলে গিয়ে একটি ইয়েমেনী সামরিক বিমানে পরিবর্তিত হয়ে যায়।
11يسأل قلين قرينوالد، كاتب في الجارديان:গার্ডিয়ানের কলাম লেখক গ্লেন জিগ্রীণওয়াল্ড জিজ্ঞেস করেছেন:
12هل كان قتل المدنيين في هجوم الأحد على اليمن عبر طائرة أمريكية بدون طيّار (http://is.gd/sVTw5d ) أم طائرة مقاتلة يمنية (http://is.gd/wi8McU )؟@জিগ্রীণওয়াল্ড: রবিবার ইয়েমেনে বেসামরিক জনগণ হত্যাকারী আক্রমণটি করেছে একটি মার্কিন ড্রোন (http://is.gd/sVTw5d) নাকি ইয়েমেনী সামরিক বিমান (http://is.gd/wi8McU)?
13وضّح في وقت لاحق:পরে তিনি পরিষ্কার করেছেন:
14@ionacraig رويترز الآن تدعي أيضاً أنها طائرة مقاتلة يمنية، نقلاً عن مسئولين و”محليين” http://is.gd/YJ60AI@জিগ্রীণওয়াল্ড: @আইয়োনাক্রেগ সরকারী কর্মকর্তা এবং “অধিবাসীদের” উদ্ধৃত করে রয়টার্স এখন আবার দাবি করছে যে এটি একটি ইয়েমেনী বিমান http://is.gd/YJ60AI
15ردّت إيونا كريق:আইয়োনা ক্রেগ জবাব দিয়েছেন:
16@ggreenwald ليس من المستغرب على رويترز أن تطلق عليها طائرات أمريكية بدون طيار عندما تذكر مقتل مسلحين: http://bit.ly/OLsxlb ثم تحول ذلك إلى مقاتلة يمنية عندما يذكر مقتل مدنيين.@আইয়োনাক্রেগ: @জিগ্রীণওয়াল্ড এতে অবাক হওয়ার কিছু নেই যে রয়টার্স জঙ্গি হত্যার ক্ষেত্রে একে মার্কিন ড্রোন বলবে: http://bit.ly/OLsxlb (আর) বেসামরিক জনগণ হত্যার ক্ষেত্রে সেটা ইয়েমেনী বিমানে পরিবর্তন করে ফেলবে।
17ومع ذلك، أشار ميكا زينكو:তবে মাইকাহ জেংকো যুক্তি দেখিয়েছেন:
18لقد كانت طائرة أمريكية بدون طيار التي قتلت13 مدنيا في اليمن، قال ذلك 3 مسئولين يمنيين لحكيم المسوري bit.ly/REJ4HJ@মাইকাহজেংকো: একটি মার্কিন ড্রোন হামলাতেই #ইয়েমেনে ১৩জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, (একথা) ৩জন ইয়েমেনী কর্মকর্তা @হাকিমআলমাসমারিকে বলেছে bit.ly/REJ4HJ
19مع ذلك، كانت تغريدات مستخدمي تويتر اليمنيين مألوفة مع حدث كهذا.তবে সমস্ত ইয়েমেনী টুইটার ব্যবহারকারী এই ধরনের গল্পের সঙ্গে খুবই পরিচিত।
20غرّد إبراهيم مثنى مقالة عن برقيات ويكيليكس التي فضحت الرئيس السابق على عبدالله صالح وصفقته السرية للسماح للولايات المتحدة بإطلاق هجوم صاروخي على القاعدة، ولكنها ادعت أنها هجمات يمنية.ইব্রাহিম মোথানা প্রাক্তন প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর মার্কিনীদের আল কায়েদার উপর ক্ষেপণাস্ত্র হামলা করতে দিয়ে তাদের ইয়েমেনী আক্রমণ দাবি করার একটি গোপন চুক্তি ফাঁস করে দেয়া একটি উইকিলিকস তারবার্তা সম্পর্কে একটি নিবন্ধ টুইট করেছেন।
21أتساءل كيف لهجمة طائرة بدون طيار أمريكية أن تتحول لمقاتلة يمنية؟ http://www.guardian.co.uk/world/2010/dec/03/wikileaks-yemen-us-attack-al-qaida …@আইমোথানাইয়েমেন: অবাক হচ্ছি কিভাবে একটি মার্কিন ড্রোন ইয়েমেনী যুদ্ধবিমানে পরিণত হয়?! http://www.guardian.co.uk/world/2010/dec/03/wikileaks-yemen-us-attack-al-qaida… #ইয়েমেন
22الصحفي اليمني متقصي الحقائق، عبدالإله الشايع، سُجن بعد إدعائه تورط الولايات المتحدة في هجوم صاروخي على المعجلة والتي خلفت 55 قتيلاً.৫৫জনকে হত্যা করা আল-মা'জালাতে একটি মিসাইল আক্রমণে মার্কিন সম্পৃক্ততা দাবি করার পরে ইয়েমেনী অনুসন্ধানী সাংবাদিক আব্দুল ইলাহ শায়িকে কারাদণ্ড দণ্ডিত করা হয়।
23وكان من المقرر أن يفرج عنه تحت مرسوم رئاسي في 1 فبراير/شباط 2011، ولكن أبقي رهن الاحتجاز تحت ضغط مباشر من البيت الأبيض بعد اتصال هاتفي من الرئيس أوباما إلى صالح.১লা ফেব্রুয়ারি, ২০১১ তারিখে রাস্ট্রপতির একটি ডিক্রির অধীন তার মুক্তি পাওয়ার কথা থাকলেও রাস্ট্রপতি ওবামার সালেহকে ফোন কল করার মাধ্যমে হোয়াইট হাউস থেকে সরাসরি চাপ সৃষ্টির ফলে তাকে অন্তরীণ রেখে দেয়া হয়।
24عبر اليمنيون عن غضبهم ورفضهم تجاه ضربات الولايات المتحدة بدون طيار في اليمنইয়েমেনে মার্কিন ড্রোন আক্রমণের প্রতি ইয়েমেনীরা তাদের ক্ষোভ এবং আপত্তি প্রকাশ করেছে।
25قتل 11 مدنيا في هجمة الطائرات بدون طيار الأخيرة على البيضاء.@আলিয়াএশাক: সর্বশেষ ড্রোন হামলায় #ইয়েমেনের বাইদাতে ১১জন নাগরিক নিহত হয়েছে।
26قل لا للطائرات بدون طيّار!ড্রোনকে না বলুন!
27على العالم أن يعرف أنهم بشر!বিশ্বকে জানতে হবে এরা (নিহতরা) মানুষ! #কোনড্রোননয়
28لا للطائرات بدون طيار … أنها تقتل اليمنيين بدون مبرر قانوني@আল৩ইনি: কোন #ড্রোন নয় … কোন আইনি যুক্তি ছাড়াই তারা ইয়েমেনীদের হত্যা করছে #ইয়েমেন
29أنا مدني.@উলফাতাক: আমি একজন বেসামরিক লোক।
30وأنت مدني.আপনি একজন বেসামরিক লোক।
31مقتل مدني واحد يساوي الكثير.১জন বেসামরিক লোকের মৃত্যু ১ থেকে অনেক বেশি।
32هجمات بريننان للطائرات بدون طيار ” القانونية، الأخلاقية والحكيمة” في اليمن قتلت 13 مدنيا، من ضمنهم 3 نساء و 3 أطفال http://edition.cnn.com/2012/09/03/world/meast/yemen-drone-strike/#মার্কিনযুক্তরাস্ট্র #ড্রোন #ইয়েমেন @আইমোথানাইয়েমেন: ইয়েমেনে ব্রেনানের “আইনি, নৈতিক, এবং জ্ঞানগর্ভ” ড্রোন আক্রমণে ৩জন নারী ও ৩জন শিশুসহ মাত্র ১৩জন বেসামরিক মানুষ নিহত হয়েছে http://edition.cnn.com/2012/09/03/world/meast/yemen-drone-strike/ #মার্কিনযুক্তরাস্ট্র
33أعزائي الأمريكيين هل تعلمون كيف يحميكم أوباما؟@সারাহ _সানা'আ: প্রিয় #আমেরিকান আপনারা কী জানেন কিভাবে #ওবামা আপনাদের রক্ষা করছে?
34عبر قتل المزيد من اليمنيين فهل تعتقدون أن أطفالهم سينشئون على طلب السلام؟বেশি করে ইয়েমেনীদের হত্যা করলে আপনারা কী মনে করেন তাদের বেড়ে উঠা সন্তানরা শান্তি চাইবে? #মার্কিনযুক্তরাষ্ট্র #ড্রোন
35حملة #NoDrones انطلقت في مايو/أيار ومستخدمو تويتر اليمنيون يستخدمون الوسم #Nodrones مرة أخرى للتعبير عن غضبهم وللمطالبة بوضع نهاية لهجمات الولايات المتحدة على اليمن.মে মাসে একটি #কোনড্রোননয় প্রচারাভিযান শুরু হয়েছিল এবং ইয়েমেনী টুইটার ব্যবহারকারীরা আরো একবার #কোনড্রোননয় হ্যাশট্যাগ ব্যবহার করে ইয়েমেনে মার্কিন আক্রমণের অবসান দাবি করে তাদের ক্ষোভ প্রকাশ করছে।