Sentence alignment for gv-ara-20120716-23817.xml (html) - gv-ben-20120721-28646.xml (html)

#araben
1سوريا: الحرية للمدون حسين غريرসিরিয়া: ব্লগার এবং একটিভিস্টদের #হুসেইনকেমুক্তকর সমাবেশ
2هذا المقال ضمن تغطيتنا الخاصة للثّورة السّوريّةএই পোস্টট আমাদের সিরিয়ার বিক্ষোভ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।
3نظم المدونون السوريون حملة جديدة لاطلاق سراح زميل آخر من زملائهم في المعتقلات السورية.সিরিয়ার ব্লগাররা সিরিয়ার আটক কেন্দ্রগুলোতে তাদের নিজেদের আরো একজনের জন্যে প্রচারাভিযানের মিছিল করেছে।
4بعد حملة الحرية لباسل، التي نظمت للمدون ومطور البرمجيات المفتوحة المصدر، باسل صفدي، قام مدونون وناشطون سوريون باطلاق حملة الحرية لحسين، لتسليط الضوء على معاناة المدون حسين غرير.ব্লগার এবং এক্টিভিস্টরা ব্লগার এবং মুক্ত উৎস নির্মাতা বাসেল সাফাদি সম্পর্কে #বাসেলকেমুক্তকর প্রচারাভিযানের পর এবার ব্লগার হুসেইন ঘ্রের [আরবী] এর দুর্দশা তুলে ধরতে #হুসেইনকেমুক্তকর প্রচারণা চালু করেছে।
5غرير، وهو أحد أبرز المدونين السوريين، ما يزال محتجزاً منذ 16 شباط/فبراير 2012، حيث تم اعتفاله مع عدد من زملائه في غارة على المركز السوري للإعلام وحرية التعبير.সিরিয়ার সবচেয়ে প্রখ্যাত ব্লগারদের অন্যতম ঘ্রের ১৬ই ফেব্রুয়ারী, ২০১২ তারিখে সিরিয়ার মিডিয়া এবং মত প্রকাশের স্বাধীনতা কেন্দ্রে (এসসিএম) একটি অভিযানে অন্যান্য ব্লগার এবং সহকর্মীদের সঙ্গে গ্রেফতার হওয়ার পর থেকে বন্দী রয়েছেন।
6هذه المرة الثانية التي يعتقل فيها حسين خلال العام المنصرم.গত (এক) বছরে এটা হুসেইনের দ্বিতীয় গ্রেপ্তার।
7بعد أربعة أشهر من اعتقاله من دون تحويله إلى المحكمة (وهي مدة أطول بكثير من المدة القانونية المسموح فيها بالاعتقال من دون التحويل إلى محكمة حسب القوانين السورية المعمول بها)، تأتي هذه الحملة متزامنة مع إعلانه اضراباً عن الطعام وطالب باطلاق سراحه غير المشروط.আদালতে না পাঠিয়ে তাকে চার মাস আটক (সিরিয়ার আইনে প্রযোজ্য ৬০ দিনের বৈধ সীমার তুলনায় অনেক বেশি) রাখা হলে প্রচারাভিযানটি অনির্দিষ্টকালের জন্যে একটি অনশন-ধর্মঘট এবং তার নিঃশর্ত মুক্তি দাবির ঘোষণা দিয়ে এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে। #হুসেইনকেমুক্তকর প্রচারণার একটি ব্যানার
8بوستر حملة الحرية لحسين أطلق المدونون الحملة الليلة الماضية ببيان نشروه باللغة العربية، الانكليزية، الفرنسية والإسبانية.গত রাতের শেষ দিকে ব্লগাররা আরবি, ইংরেজী, ফরাসী এবং স্প্যানিশ ভাষায় একটি বিবৃতি প্রকাশ করে প্রচারাভিযানটি চালু করেছে।
9يقول البيان:এতে বলা হয়েছে:
10نحن، مدونون سوريون وعرب، ومتضامنون مع حسين وقضيته، نطالب بإطلاق سراح زميلنا في المعتقل المدون والصديق حسين غرير فوراً، دون قيد أو شرط، خاصّة وأن أكثر من أربعة أشهر قد مرّت من دون توجيه أي تهمةٍ إليه، علماً أن أقصى مدة قانونية للتحفظ على معتقل في الأفرع الأمنية دون إحالته إلى القضاء هي ستون يوماً.আমরা - সিরিয়ার ব্লগারবৃন্দ - আমাদের বন্দী সহকর্মী ব্লগার এবং বন্ধু হুসেইন ঘ্রেরের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি, বিশেষ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাড়াই চার মাসের বেশি অতিক্রান্ত হয়েছে। তার চার-মাস দীর্ঘ বন্দিত্ব সিরিয়ার আইন অনুযায়ী আদালতে পাঠানো ছাড়া ৬০-দিনের বৈধ সীমা অতিক্রম করেছে।
11كما يشير البيان إلى معاناة غرير من أمراض قلبية مزمنة:বিবৃতিটিতে হৃদযন্ত্রের গুরুতর অবস্থাও উল্লেখ করা হয়:
12يُذكر ان حسين يعاني من انسدال الصمّام التاجي في القلب وارتفاع الضغط الشرياني، ويُخشى من تدهور حالته الصحية في المعتقلات السورية، المعروفة بأوضاعها الصحية والنفسية والبيئية السيئة والمفتقدة للعناية طبية اللازمة، مما قد يشكّل خطراً مباشراً على حياته.আমরা খুবই উদ্বিগ্ন এ কারণে যে ঘ্রের হৃদযন্ত্রের অতি-উত্তেজনাদায়ক এবং এর বাম অংশের কপাটিকার অকার্যকারিতাজনিত রোগসমূহে ভুগছেন। আমরা নিম্নমানের পরিবেশগত, মানসিক এবং বাহ্যিক অবস্থার জন্যে সুপরিচিত সিরিয়ার কারাকক্ষে তার স্বাস্থ্যের অবস্থার অবনতির আশংকা করছি।
13منذ إطلاق الحملة، قام المغردون السوريون وغيرهم بنشرها عبر التغريد عن حسين.আটক কেন্দ্রের পরিবেশ এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদির অভাব তার জীবনের প্রতি সরাসরি একটি হুমকি।
14তারপর থেকে সিরিয়ার ও আন্তর্জাতিক টুইটার ব্যবহারকারীরা প্রচারাভিযানটি ছড়িয়ে দিতে এবং হুসেইন সম্পর্কে টুইট করতে ব্যস্ত।
15المدون السوري ياسين سويحة يقول:সিরিয়ার ব্লগার ইয়াসিন স্বেহাত টুইট [আরবী] করেছেন:
16@সিরিয়ানগাভরোচে: আমার বন্ধু হুসেইন ঘ্রেরের মুক্তি চাই… আমি চাই সিরিয়ার স্বাধীনতা #সিরিয়া #হুসেইনকেমুক্তকর
17@syriangavroche: الحرية لصديقي حسين غرير.. الحرية ل #سوريا التي أريد!হুসেইন ঘ্রের, ২০১১ সালে কায়রোর একটি সম্মেলন চলার সময়।
18#Syria #FreeHussein(ছবি: আমিরা আল হুসাইনি)
19حسين غرير في مؤتمر في القاهرة في 2011.সিরিয়ার ব্লগার দানিয়া টুইট করেছেন:
20(المصدر: أميرة الحسيني)@দানিয়া _রিফ: يالله حسين عم نستناك، بكفي عتم #হুসেইনকেমুক্তকর
21المدونة السورية دانيا تقول في تغريدة لها:@দানিয়া _রিফ: হুসেইন, আমরা আপনার জন্যে অপেক্ষা করছি।
22@Dania_rif: يالله حسين عم نستناك، بكفي عتم #FreeHusseinঅন্ধকারের সঙ্গে যথেষ্ট হয়েছে। #হুসেইনকেমুক্তকর
23أما DamascusTribune فيقول:এবং দামাস্কাস ট্রিবিউন বলেছে:
24@DamascusTribune: يدا حسين غرير ليستا ملطختان بالدماء.@দামাস্কাসট্রিবিউন: হুসেইন ঘ্রের এর হাত রক্তমাখা নয়।
25بل هما ملطختان بالحبر.বরং সেগুলো (কলমের) কালি মাখা।
26سلاحه كان قلمه. ونحن بحاجة إليه حراً.আমাদের তাকে মুক্ত (করা) প্রয়োজন #হুসেইনকেমুক্তকর
27#Freehussein المدونون والمغردون العرب شاركوا الحملة بقلقهم على حسين:এছাড়াও আরব ব্লগার এবং টুইপ'রা হুসেইনের জন্যে তাদের উদ্বেগ ভাগাভাগি করেছে:
28@jamalghosn: الحرية لحسين لأنه واحد من القلائل ممن أعطوا أجوبة صريحة عن سوريا، وخالية من الانحياز، الحقد، الانتقام والتمييز… وسيستمر في فعل ذلك.@জামালঘোসন: #হুসেইনকেমুক্তকর কারণ সে সিরিয়া সম্পর্কে পক্ষপাত, ঘৃণা, প্রতিহিংসা, কুসংস্কার ছাড়া সদুত্তর দেয়া গুটি কয়েকজনের মধ্যে একজন এবং এটা সে করতেই থাকবে
29@Budour48: كتب حسين في مدوّنته تضامنا مع الشعب اللبناني إبّان حرب تمّوز ومع الشعب الفلسطيني خلال مجزرة غزّة.@বুদুর৪৮: জুলাইয়ের যুদ্ধের সময় লেবাননের এবং সঙ্গে গাজায় গণহত্যার সময় ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে হুসেইন তার ব্লগে লিখেছিলেন।
30الآن هو بحاجة لتضامننا.তার এখন আমাদের সংহতি প্রয়োজন।
31#FreeHussein#হুসেইনকেমুক্তকর