Sentence alignment for gv-ara-20130925-31286.xml (html) - gv-ben-20130928-39211.xml (html)

#araben
1هزيمة أخرى للإنسانية في باكستان, مقتل أكثر من 80 مسيحيপাকিস্তানে আবার মানবাধিকার লংঘিত, ৮০ জনের বেশি খ্রিস্টান নাগরিককে হত্যা
2المجتمع المسيحي يتظاهر في حيدر أباد بعد انفجار قنبلة في بيشاور.পেশোয়ারে বোমা হামলার প্রতিবাদে হায়দারাবাদের খ্রিস্টান সম্প্রদায় বিক্ষোভ করছেন।
3صورة من قبل راجبوت ياسر.ছবি তুলেছেন রাজপুত ইয়াসির।
4(حقوق النشر محفوظة لديموتيكس 22/9/2013)স্বত্ত্ব: ডেমোটিক্স (২২/৯/২০১৩)
5فجر انتحاريان نفسيهما في داخل كنيسة تبلغ من العمر مايراوح 130 عاماً في بيشاور بعد قداس الأحد.পাকিস্তানের পেশোয়ারে ১৩০ বছরের পুরোনো চার্চে আত্মঘাতী বোমা হামলা হয়েছে।
6وأوردت الديلي داون مقتل أكثر من 80 شخصاً في هذا التفجير الرهيب.এতে ৮০ জনের বেশি মানুষ মারা গেছেন বলে ডন পত্রিকা জানিয়েছে।
7الأقليات في باكستان في خطر منذ سنين عديدة، وادعت حركة جند الله وهي أحد أجنحة طالبان-باكستان مسؤليتها عن هجوم الأحد وقال المتحدث الرسمي بهم:রোববার প্রার্থনা শেষের সময়ে দুই আত্মঘাতী বোমা হামলাকারী এই হামলার ঘটনা ঘটায়। অনেকদিন ধরেই পাকিস্তানের সংখ্যালঘুরা আশংকাজনক অবস্থায় রয়েছে।
8রোববারের ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানের তালেবান সমর্থিত জানদুল্লাহ জঙ্গীগোষ্ঠী।
9هم (المسيحيون) أعداء الإسلام، لذلك نستهدفهم.গোষ্ঠীটির মুখপাত্র বলেছেন:
10وسوف نستمر بالهجوم على غير المسلمين في أراضي الباكستان.তারা (খ্রিস্টান) ইসলামের শত্রু, সেজন্য আমরা তাদের টার্গেট করেছি।
11পাকিস্তানের পবিত্র ভূমিতে অমুসলিমদের ওপর আমরা আক্রমণ পরিচালনা করে যাবো।
12وفي عام 2009 قام متطرفون إسلاميون بحرق 77 منزلاً وقتل 8 مسيحيين في مدينة كورجة، في مقاطعة البنجاب بعد انتشار إشاعة عن تدنيس نسخة من القرآن الكريم.কোরান শরীফ অপবিত্র করার গুজবে ২০০৯ সালে পাঞ্জাব প্রদেশের গোজরা শহরে ইসলামপন্থীরা ৭৭টি বাড়ি পুড়িয়ে দেয় এবং ৮ জন খ্রিস্টান নাগরিককে হত্যা করে (জিভি প্রতিবেদন দেখুন)।
13অন্যদিকে ২০১২ সালের আগস্ট মাসে ব্লাশফেমি আইনের অধীনে পাকিস্তানী পুলিশ খ্রিস্টান বালিকা রিমশা মাসিহকে গ্রেফতার করে (জিভি প্রতিবেদন দেখুন)।
14রিমশার বিরুদ্ধে অভিযোগ, সে কোরান শরীফের একটি পাতা অবমাননা করেছে।
15(اقرأ مقالة الأصوات العالمية).ব্লাশফেমি আইনে রিমশার মৃত্যুদণ্ড হতে পারে।
16وفي قضية أخرى تم اعتقال رمشا مسيح، وهي فتاة مسيحية، من قبل الشرطة الباكستانية، في أغسطس 2012 (تقرير الأصوات العالمية) ومن المحتمل أن تكون قد واجهت عقوبة الموت بتهمة الكفر وفقا لـ قانون الكفر الباكستاني حسب إدعاءات بتدنيسها لصفحات من القرآن.ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) এর ২০১১ সালের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সংখ্যালঘুরা সংকটের মুখে আছে। ইউএসসিআইআরএফ বিগত এক দশক ধরে পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর যেসব আক্রমণ হয়েছে তার টাইমলাইন প্রকাশ করেছে।
17وأفاد تقرير للمفوضية الأمريكية للحريات الدينية الدولية في عام 2011، إن الأقليات في باكستان في محط النيران.পেশোয়ারের সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই)।
18ونشرت اللجنة جدولاً زمنياً للاعتدائات على المسيحيين في البلد خلال العقد الماضي.তালেবানদের সাথে সমঝোতায় পিটিআই প্রধান ইমরান খান সমর্থন দিয়েছিলেন।
19حركة الإنصاف الباكستانية (PTI) هي التي تحكم في بيشاور (مقاطعة خيبر بختونخا KPK). ويؤيد رئيس PTI عمران خان المفاوضات مع طالبان.কিন্তু এই আক্রমণের পরে পিটিআইয়ের ভোট ব্যাংকের প্রদেশে শান্তি প্রক্রিয়া কার্যক্রমে ভাটা পড়বে।
20ولكن بعد الاعتداء الذي حصل في هذه المقاطعة، عملية السلام ربما تتوقف. أُغلقت الاعمال بسبب الغضب بعد تفجيرات كنيسة في بيشاور.পেশোয়ারের চার্চে বোমা বিস্ফোরণের পর সকল বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়।
21الصورة بواسطة راجبوت ياسر.ছবি তুলেছেন রাজপুত ইয়াসির।
22حقوق النشر محفوظة ليموتكس 23/9/2013)স্বত্ত্ব: ডেমোটিক্স (২৩/৯/২০১৩)।
23وكانت ردة الفعل في وسائل الإعلام الاجتماعية بخصوص الاعتداء على الكنيسة مدوية.চার্চে আক্রমণের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
24وكتبت كرستينا ين في مدونة دعنا نبني باكستان (LubPak) منشوراً بعنوان: المتهمين بجريمة تفجير كنيسة بيشاور: طالبان أم نحن؟লেটস আস বিল্ড পাকিস্তান (লুবপাক) ব্লগে ক্রিস্টিনা উন পেশোয়ার চার্চে বোমা হামলাকারী: তালেবান অথবা ইউএস?
25عندما أدين هذه الأعمال الوحشية في وسائل التواصل الاجتماعية، تكون أقوى الإجابات التي استلمها هي أني أحاول تشويه سمعة باكستان.শিরোনামে একটি ব্লগে লিখেন: সোশ্যাল মিডিয়ায় এই ধরনের জঘন্য ঘটনার নিন্দা জানানোর কারণে আমাকে বলা হচ্ছে, আমি না কি পাকিস্তানকে অপবাদ দিচ্ছি।
26وأنني معادية للباكستانيين.আমি একজন অ্যান্টি-পাকিস্তানি।
27وأكبرها على الإطلاق هو اتهامي بمعاداة الإسلام.সবচে' বড়ো কথা হলো আমি ইসলাম বিরোধী এটাও বলা হচ্ছে।
28صُدمت لرؤية أصدقائي المقربين الذين عرفوني لنصف حياتهم يقولون لي ذلك، فقط لأني وقفت من أجل العدالة والمساواة لإنسان هو أيضاً مواطن في بلدي.আমি সবচে' বেশি আহত হয়েছি, আমার সেইসব বন্ধু যারা তাদের অর্ধেক জীবন ধরে আমাকে চেনেন, জানেন, তারাই আমাকে এটা বলছেন। এরকম বলার একটাই কারণ, আমি আমার দেশের মানুষের ন্যায়বিচার এবং সমঅধিকারের পক্ষে দাঁড়িয়েছি।
29وكتب رك موران في مدونة المفكر الأمريكي:আমেরিকান থিঙ্কার ব্লগে রিক মোরান লিখেছেন:
30هل من الممكن أن تقوم الحكومة الباكستانية بالمزيد لحماية المسيحين والشيعة والأقليات الدينية الأخرى؟পাকিস্তান সরকার কি খ্রিস্টান, শিয়া-সহ অন্যান্য সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়কে রক্ষা করতে পারবে?
31طبعا بإمكانهم ذلك.অবশ্যই তারা পারবে।
32هم رائعون في مداهنة الحركة المسكونية، ولكن عندما يتعلق الأمر بإظهار التزامهم بالحريات الدينية، فهم يرمون بالكرة جانباً، مثل حالة مصر تحت حكم الإخوان المسلمين، كلمات جميلة حول حماية المسيحين أثبتت فراغها بسبب الدعاة المتطرفيين، الذين كانوا يحرضون السكان ضد الأقباط.তারা খ্রিস্টান সম্প্রদায়কে সত্যিকারের মৌখিক প্রতিশ্রুতি দিবে, কিন্তু যখনই ধর্মীয় স্বাধীনতার কথা আসবে, তখন তারা মুখ অন্যদিকে ঘুরিয়ে নিবে। অনেকটা মিশরের মুসলিম ব্রাদারহুডের মতো।
33وكتب الصحفي الباكستاني المشهور الدكتور شاهد مسعود، (@Shahidmasooddr) تغريدة على تويتر:তারা খ্রিস্টানদের রক্ষার জন্য মধুর মধুর কথা বলে।
34يجب أن نضرب الإرهابيين بيد من حديد ولكن عملية الحوار يجب أن تستمر مع أولئك الذين يريدون السلام.অন্যদিকে কট্টর ধর্মপ্রচারকরা কপটিক চার্চের কথা বলে মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয়। পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক ড.
35ساداناند ضهمي (@dhume) وهو كاتب عمود في صحيفة الوول ستريت جورنال WSJ أطلق مزحة على أيديلوجية أب الأمة جناح.শহীদ মাসুদ (@Shahidmasooddr) টুইটারে লিখেছেন: সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর হওয়া উচিত।
36ورد الصجفي العلماني والمعادي لحركة طالبان طارق فتاح (@TarekFatah) عليه منتقداً أفكار جناح:তবে শান্তির জন্য আমাদের সংলাপ চালিয়ে যেতে হবে।
37ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের কলামিস্ট সাদানান্ড ধুম (@dhume) পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জিন্না'র আদর্শ নিয়ে কৌতুক করেছেন।
38তালেবানবিরোধী ধর্মনিরপেক্ষ অ্যাক্টিভিস্ট তারেক ফাতাহ (@TarekFatah) জিন্নাহ'র আদর্শের সমালোচনা করে তাকে উত্তরে লিখেছেন:
39ساداناند ضهمي (@dhume): جناح: “أنتم أحرار في الذهاب إلى معابدكم..জিন্নাহ মিথ্যা বলেছিলেন।
40أو أماكن العبادة الأخرى” [والجهاديون أحرار في تفجيركم هناك].এবং তিনি জানতেন যে তিনি মিথ্যা বলেছেন @ধুম।
41طارق فتاح (@TarekFatah): جناح كان يكذب وهو يعلم إنه كان يكذب.ইসলামপন্থী জাতীয়তাবাদ বেড়ে ওঠার পিছনে তিনি প্রাথমিকভাবে দায়ী।
42هو المسؤول الأول لصعود الأسلاميين القوميين الذين يجتاحون العالم اليوم.এটাই আজ সারা বিশ্বকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে।
43وغرد الوطني البلوشي وكاتب عمود في جريدة الديلي تايمز مير محمد علي طالبور (@mmatalpur):বালুচ দেশপ্রেমিক এবং ডেইলি টাইমস-এর কলামিস্ট মির মোহাম্মদ আলী তালপুর(@mmatalpur) টুইট করেছেন:
44انفجارات كنيسة بيشاور تُثبت إنه في دولة الحاميات العسكرية، الإنسانية تقف منهزمة. الجناة والمعتذرون كلاهم مذنبون سواسيةً.#পেশোয়ারেবোমাহামলা এটাই প্রমাণ করে এটা #গ্যারিসনরাষ্ট্র, যেখানে মানবাধিকার ভূলণ্ঠিত হচ্ছে।
45أعضاء من المجتمع المسيحي في وقفة إحتجاجية ضد الهجوم المزدوج على كنيسة في عاصمة المقاطعة بيشاور، الصورة بواسطة سلطان دوجار، حقوق النشر محفوظة لديموتيكس 23/9/2013)অন্যায়কারী এবং তাদের আত্মপক্ষ সমর্থনকারী সমানভাবেই দায়ী। পেশোয়ারের চার্চে বোমা হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা।
46ويعلق الصحفي أكسبرس نيوز باكستان بهران شاوضري (@burhan_fawad):ছবি তুলেছেন সুলতান দোগার। স্বত্ত্ব: ডেমোটিক্স (২৩/৯/২০১৩)।
47এক্সপ্রেস নিউজ পাকিস্তানের সাংবাদিক বাহরান চৌধুরী (@burhan_fawad)মন্তব্য করেছেন:
48إذا قتل المسيحيين لكونهم غير مسلمين، إذاً يجب أن يُقتل المسلمين لكونهم غير مسيحيين- العدالة للجميع.If Christions are killed 4 being non muslim then, Muslims should be killed 4 being non Christions - Justice 4 all #PeshawarChurchBlast - Burhan Chaudhry (@burhan_fawad) September 23, 2013
49যদি খ্রিষ্টানরা ৪ জন অমুসলিমকে হত্যা করতো এবং পরে মুসলিমরা ৪ জন অ-খ্রিস্টানদের হত্যা করতো- তাহলে সবার জন্য ন্যায়বিচার হতো #পেশোয়ারেবোমাহামলা।
50وكتبت فاطمة عزيز (@Fatie) في تويتر:ফাতিমা আজিজ (@Fatie) টুইটারে লিখেছেন:
51المسيحيون الباكستانيون يُعاملون كأشخاص غير مرغوب فيهم، نزلاء غير محبوبين في بلدهم.পাকিস্তানের খ্রিষ্টানরা নিজ দেশেই বেজন্মা প্রজার মতো আচরণ পেয়ে থাকেন।
52وكتب الناشط في عصبة باكستان الإسلامية ارباز بت (@ItsBazi) إنه لا يظن أن طالبان هي التي هاجمت الكنيسة:পাকিস্তান মুসলিম লিগ (এন) কর্মী আরবাজ ভাট (@ItsBazi) মনে করেন, তালেবানরা চার্চে আক্রমণ করেনি: আমি মনে করি না তালেবানরা চার্চে আক্রমণ করেছে।
53لا أعتقد إن طالبان هي التي قامت بالهجوم على الكنيسة، ربما تكون وكالات باكستانية لا تحبذ المفاوضات.সম্ভবত পাকিস্তানী কোনো এজেন্সি এটা করেছে যারা সমাঝোতা পছন্দ করেনি #পেশোয়ারেবোমাহামলা।
54أنون باك (@Anonpak) كتبت:আনন পাক (@Anonpak) লিখেছেন:
55من المضحك كيف يمكن للإسلامين قتل مواطني بلدهم والإدعاء أن هذا انتقام لهجمات الطائرات دون طيار. موين واريش (@moinwarraich) كتب على صفحته أن جيش باكستان غير قادر على محاربة طالبان:এটা খুবই হাস্যকর ব্যাপার যে, ইসলামপন্থীরা নিজদেশের মানুষকেই হত্যা করেছে এবং একে ড্রোন আক্রমণের সাথে সম্পর্কিত বলে উল্লেখ করেছে।
56الجيش الباكستاني غير قادر على محاربة القوميين البلوش، فكيف يحارب الأسلاميين، فأنك إن فزت فسوف تحرر العقلية.মঈন ওয়াররেইচ (@moinwarraich) জিয়া'র টাইমলাইনে লিখেছেন, পাকিস্তানের সেনাবাহিনী তালেবানদের সাথে যুদ্ধ করতে অক্ষম:
57وطالب الطالب في جامعة عقرا، فهد خان (@MrFahadKhan) بحماية المسيحين في عدة مدن في إقليم البنجاب في باكستان.@ম্যাভরিক_জিয়া, পাকিস্তানের সেনাবাহিনী বালুচ জাতীয়তাবাদীদের সাথেই যুদ্ধ করতে পারে না।
58المجتمع المسيحي احتج أيضاً في بهاولپور، جوجرانوالا، ساهیوال، مندي بهاء الدين، وحافظ أباد.তারা কীভাবে ইসলামপন্থীদের বিরুদ্ধে লড়বে। তাই জিততে চাইলে মন ঠিক করে নিতে হবে।
59ইকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহাদ খান (@MrFahadKhan) পাকিস্তানের পাঞ্জাবের প্রদেশের বিভিন্ন শহরের খ্রিস্টানদের রক্ষার দাবি জানিয়েছেন:
60খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বাওয়ালপুর, গুজরানওয়ালা, সাহিওয়াল, মান্ডি বাহুউদ্দিন এবং হাফিজাবাদে প্রতিবাদ করছে #পেশোয়ারেবোমাহামলা।
61জারমিনা (@ZarminaF) মন্তব্য করেছেন:
62اللون الأبيض في علم باكستان بدأ يكتسب لوناً أحمر منذ اليوم، جدا منزعجة من تفجير كنيسة بيشاور، أي نوع من الحيوانات نربي؟আজকে পাকিস্তানের পতাকার সাদা অংশটা লাল হয়ে গেছে। #পেশোয়ারেরবোমাহামলা দিয়ে তা রক্তাক্ত হয়েছে।
63ومن بيشاور كتب أفيس (@ZamanKheil):আমরা কাদের জন্ম দিয়েছি!
64أُدين وبشدة الأعمال المخجلة التي اُقترفت يوم أمس بواسطة الإرهابيين في تفجير كنيسة بيشاور، مات باكستانيين ويجب أن نفجع لهذه الخسارة.পেশোয়ার'স অ্যাভেস (@ZamanKheil) লিখেছেন: গতকাল সন্ত্রাসবাদীরা #পেশায়ারেবোমাহামলা করেছে, আমি সেটার তীব্র নিন্দা করছি।
65وأدان كل من السكرتير العام للأمم المتحدة بان كي مون، والرئيس الأفغاني حامد كرزاي، والمفوضية الأمريكية للحريات الدينية الدولية هذا الهجوم.পাকিস্তানের নাগরিক মারা গেছে। আমরা তাদের জন্য শোক প্রকাশের ভাষাও হারিয়ে ফেলেছি।
66জাতিসংঘের মহাসচিব বান কি মুন, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এই আক্রমণের নিন্দা জানিয়েছে।