Sentence alignment for gv-ara-20090329-1190.xml (html) - gv-ben-20090327-2080.xml (html)

#araben
1গ্লোবাল ভয়েসেস বই পাঠের চ্যালেন্জ: বইয়ের মাধ্যমে সারা বিশ্বকে জানুন
2تحدّي أصوات عالمية في يوم الكتاب – تصفّح طريقك حول العالم!আগামী ২৩শে এপ্রিল হচ্ছে ইউনেস্কো বিশ্ব বই দিবস।
3গ্লোবাল ভয়েসেসের লেখকেরা শুধু ব্লগই ভালবাসে এমন না - তারা বই পড়তেও পছন্দ করে।
4يصادف يوم الكتاب العالمي برعاية اليونسكو في الثالث والعشرين من نيسان [أبريل]، صحيح أننا في أصوات عالمية نعشق المدونات وأخبارها، لكن ذلك لا يعني أبداً أن نتجاهل الشكل الآخر للكلمة المطبوعة!، في الحقيقة، وكوننا نؤمن بأنّ قراءة الأدب هي طريقة رائعة في تعلم المزيد عن ثقافات الشعوب، لدينا تحدّي ممتع لجميع المساهمين في أصوات عالمية وللقراء والمدونين في كلّ مكان.আমরা যেহেতু মনে করি যে সাহিত্য পঠনের মাধ্যমে অন্যান্য দেশের সংস্কৃতি সম্পর্কে জানা যায় এবং এটি খুবই আনন্দদায়ক তাই আমরা একটি বই পাঠ প্রতিযোগীতার আয়োজন করেছি। গ্লোবাল ভয়েসেস এর লেখক, পাঠক এবং বিশ্বব্যাপী যে কোন ব্লগার এতে যোগ দিতে পারবেন।
5تحدّي أصوات عالمية في يوم الكتاب يسير كما يلي:গ্লোবাল ভয়েসেস বই পাঠের চ্যালেন্জটি হচ্ছে নিন্মরূপ:
6في حال رغبت بالقراءة عن فييتام، بوليفيا، موزبيق، أو نيوزلندا، أو أي بلد آخر، فقط اسأل بصيغة تعليق بالأسفل، وستجد من سيرد عليك بكلّ تأكيد بعدد من الاقتراحات.১) আগামী মাসে আপনি এমন একটি দেশের বই পড়ুন যে দেশের সাহিত্য আপনি আগে কখনও পড়েন নি। ২) আপনি এপ্রিলের ২৩ তারিখ বা সেই সপ্তাহে এটি নিয়ে একটি ব্লগ পোস্ট লিখুন।
7আপনি যদি জানতে চান যে ভিয়েতনাম, বলিভিয়া, মোজাম্বিক, নিউজিল্যান্ড বা অন্য যে কোন দেশের কোন উল্লেখযোগ্য বইটি পড়বেন তাহলে দয়া করে মূল ইংরেজী পোস্টের মন্তব্যের স্থানে প্রশ্নটি রাখুন।
8وفي حال كان لديك أيّ توصيات بأعمال تؤمن بأهميتها، أدرج تلك الأعمال بصيغة تعليق أيضاً.কেউ নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে।
9আপনার দেশের উল্লেখযোগ্য কোন বইটি বিশ্বের পাঠকরা পড়তে পারে তাও আপনি উক্ত মন্তব্যের স্থানে জানিয়ে দিতে পারেন।
10ما إن تنتهي من كتابك [وتنشر تدوينتك]، أعلمنا بذلك [أشر إلى هذه التدوينة ضمن نشرتك] - من دواعي سرورنا أن نكتشف ماذا تعلمت في رحلتك الأدبية.আপনারা কোন বই পড়ার পর (এবং এ নিয়ে ব্লগে লেখার পর) দয়া করে আমাদের জানাবেন।
11لا تتردد باستخدام الصور والشعارات المدرجة في الأسفل أو الأعلى للترويج لـ تحدّي أصوات عالمية في يوم الكتاب.আমরা জানতে আগ্রহী যে আপনার এই সাহিত্য যাত্রায় আপনি কি অভিজ্ঞতা লাভ করলেন।
12আপনারা উপরের এবং নীচের গ্রাফিক্সগুলো ব্যবহার করতে পারেন গ্লোবাল ভয়েসেস বই পাঠের চ্যালেন্জটি প্রচারের জন্যে।