Sentence alignment for gv-ara-20110923-13997.xml (html) - gv-ben-20110924-20206.xml (html)

#araben
1أوكرانيا: أفلام قصيرة من قِبل الشباب للمساواة بين الجنسينইউক্রেনঃ লিঙ্গীয় সমতার বিষয়ে তরুণদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
2المرأة الأوكرانية العادية تتلقى تعليم عالي، مع ذلك تجني 30 بالمئة أقل من الرجل العادي في نفس الوضع والمركز.ইউক্রেনের নারীরা গড়ে উচ্চ শিক্ষিত, কিন্তু তারপরেও তারা একই পেশায় কাজ করা পুরুষ সহকর্মীর চেয়ে ৩০ শতাংশ কম বেতন পান।
3وتعد عرضة لفقدان الوظيفة أو عدم توظيفها على الإطلاق بسبب احتمال حملها.একজন নারী বেশিরভাগ সময় বেকার হয়ে থাকে, কিংবা তাকে চুক্তি ভিত্তিক কোন পেশায় নিয়োগ দেওয়া হয় না, কারণ হয়ত সে গর্ভবতী হয়ে পড়তে পারে।
4حتى لو لم تملك أطفال، ما زالت تتحمل عبء الأسرة والمنزل الأكبر، والذي يحول دون تتطور وتنمية حياتها المهنية.এমনকি যদিও তার কোন সন্তান না থাকে, তারপরে ঘরের বেশির ভাগ দায়িত্ব তাকে পালন করতে হয়, যা তার পেশায় এগিয়ে যাবার পথে এক বাধা।
5لديها أيضاً احتمال بنسبة 50 بالمئة تقريباً للتعرض للعنف في بيتها.এছাড়া উক্ত নারীর ঘরোয়া নির্যাতনের অভিজ্ঞতার মুখোমুখি হবার সম্ভাবনা ৫০ শতাংশ।
6بينما تشرع القوانين في أوكرانيا، بما في ذلك دستور البلاد، المساواة القانونية بين الرجل والمرأة، يعد تقليص الفجوة بين التشريعات والقوانين وتطبيقها مهمة صعبة.যেখানে ইউক্রেনের সংবিধান সহ আইন, নারী এবং পুরুষের মাঝে আইনগত সাম্যতার বিধান করে, কিন্তু আইনী বৈষম্য দুর করা এবং তার প্রয়োগ বেশ কঠিন একটা কাজ।
7مع ذلك، يتغير السلوك التقليدي والقيم ببطء، ويلعب المواطنون العاديون بالإضافة إلى نشطاء ومدافعين عن حقوق المرأة دوراً هاماً في هذه العملية.তবে প্রথাগত মনোভাব এবং মূল্যবোধ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, এবং সাধারণ নাগরিক ও একই সাথে নারী অধিকার প্রবক্তারা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
8في آب/ أغسطس 2010 خرج في الحال، أكثر من 1,000 شخص في مسيرة في كييف عاصمة أوكرانيا لإدانة العنف العائلي، وأنضم مئات من المتطوعين إلى حملة التوعية ضد العنف العائلي. مسابقة فيديو لشباب أوكرانياযেমন, আগস্ট, ২০১০-এ, ১,০০০ জন নাগরিক ইউক্রেনের রাজধানী কিয়েভে ঘরোয়া নির্যাতনের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য এক শোভাযাত্রায় অংশ নেয় [ইউক্রেনীয় ভাষায়] এবং শত শত স্বেচ্ছাসেবী কর্মী ঘরোয়া নির্যাতন বিষয়ক এক প্রচারণায় অংশ গ্রহণ করে।
9بدءًا من 17 من حزيران/ يونيو وحتى 10 من أيلول/ سبتمبر 2011، قدم مجموعة من الشباب الموهوب اشتراكهم في مسابقة أفلام قصيرة عن الجندر تسمى “جين المساواة”.তরুণ ইউক্রেনীয় নাগরিকদের জন্য ভিডিও প্রতিযোগিতা ১৭ জুন ১০ সেপ্টেম্বর, ২০১১ পর্যন্ত, মেধাবী একদল তরুণ লিঙ্গীয় বিষয়ক এক প্রতিযোগিতা “লিঙ্গীয় সমতা”-এর জন্য নিজেদের তোলা ভিডিও জমা দেয় [ইউক্রেনীয় ভাষায়]।
10على المشتركون تقديم فيلم من 5 دقائق في فئة من اثنتين” “5 دقائق عن المساواة بين الجنسين” أو “5 دقائق عن منع العنف العائلي”.এতে অংশগ্রহণকারীদের দুটি বিভাগ “ লিঙ্গীয় সমতার জন্য ৫ মিনিট” অথবা “ ঘরোয়া নির্যাতন প্রতিরোধে ৫ মিনিট”-এর যে কোন একটির জন্য ৫ মিনিটের ভিডিও চিত্র তৈরি করতে বলা হয়েছিল।
11المسابقة ممولة من برنامج الأمم المتحدة الإنمائي ووفد الاتحاد الأوروبي في أوكرانيا.এই প্রতিযোগিতার স্পন্সর ছিল ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট ইউরোপীয়ান ইউনিয়ন প্রোগ্রাম এবং ইউক্রেনের ইউরোপীয়ান ইউনিয়ন ডেলিগেশন।
12سيتم أختيار الفائز من قبل لجنة تحكيم، كما يتم التصويت أيضاَ للأفلام القصيرة من قبل مستخدمي يوتيوب.এই প্রতিযোগিতায় একদল বিচারক বিজয়ীকে নির্বাচিত করবে, তবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোকে আগে ইউটিউব ব্যবহারকারীরা ভোটে প্রদান করবে।
13تم عرض الفيديوهات بالفعل تقريبا 50,000 مرة، وسيتم عرض الأفضل في مهرجان الفيلم القصير للجندر المتوقع إقامته في كييف في تشرين الأول/ أكتوبر 2011.ইতোমধ্যে অনলাইনে এই সব ভিডিও ৫০,০০০ বার দেখা হয়েছে, এবং সেরা চলচ্চিত্রটি অক্টোবর ২০১১-এ, কিয়েভে অনুষ্ঠিত লিঙ্গ বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।
14بالأسفل مجموعة مختارة من الأفلام التي يفهمها متحدثي أية لغة، وبإمكانكم مشاهدة المزيد من الأفلام المعروضة على صفحة يوتيوب، جندر تيوب.নীচে নির্বাচিত কয়েকটি চলচ্চিত্র রয়েছে, যা যে কোন ভাষাভাষীর মানুষ বুঝতে পারবে, এবং এই প্রতিযোগিতার জন্য জমা দেওয়া আরো কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আপনারা ইউটিউবের, জেন্ডারটিউবে দেখতে পাবেন।
15“العنف في العائلة - تمزق حياة إلى قطع” - بواسطة “انفينيتي”“ “পরিবারের ভেতর সহিংসতা- জীবন করে খণ্ডবিখণ্ড”- নির্মাতা “ইনফিনিটি””
16“غير من رؤيتك - لا تعامل المرأة كأداة جنسية” - بواسطة “مجرد كيلو”“ “মনোযোগের কেন্দ্রকে পরিবর্তন করুন-নারীকে কেবল এক যৌন সামগ্রী হিসেবে বিবেচনা করবেন না”- নির্মাতা “ জাস্ট এ কিলো”
17“وماذا عن عائلتك؟” - بواسطة “ديفين أنيميتورز”“আর আপনার পরিবারের কি অবস্থা?” নির্মাতা “দিডিভাইন এ্যানিমেটর”
18“مهارة الصنعة ليس لها جنس” - بواسطة “نو نيم جروب”“কারুশিল্পের কোন লিঙ্গীয় পরিচয় নেই”- নির্মাতা “ননএ্যাম_গ্রুপ”