Sentence alignment for gv-ara-20120320-19954.xml (html) - gv-ben-20120325-23970.xml (html)

#araben
1مصر: وداعا بابا شنودة الثالثমিশর: শান্তিতে ঘুমাও পোপ তৃতীয় শেনুডা
2في 17 من مارس/ آذار، غربت الشمس عن مصر بأخبار حزينة البابا شنودة الثالث، رأس الكنيسة القبطية الأرثوذكسية، مات بعد معاناة طويلة من المرض عن عمر يناهز 89 عاماً.গতকাল (১৭ মার্চ ২০১২), মিশরের সূর্য বেদনার্ত এক বার্তা দিয়ে বিদায় নেয়- মিশরের কপ্টিক অর্থোডক্স চার্চের প্রধান পোপ তৃতীয় শেনুডা, দীর্ঘ সময় ধরে রোগের সাথে লড়াই করতে করতে অবশেষে ৮৯ বছর বয়সে পৃথিবী ত্যাগ করলেন।
3এই সংবাদ ছড়িয়ে পড়ার পর পরই, এ্যাবেসিয়া ক্যাথিড্রাল নামক গির্জার সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়, পোপের প্রতি শোক এবং শ্রদ্ধা প্রদর্শন করার জন্য।
4بعد الأخبار الحزينة، توافد الآلاف إلى كاتدرائية كنيسة العباسية ليقدموا تعازيهم واحترامهم.(তাজা সংবাদ: এই পোস্টে এর আগে একটি ছবি প্রদান করে হয়েছিল যেটিকে ভুল ভাবে পোপ তৃতীয় শেনুডার মৃতদেহের ছবি বলে উল্লেখ করা হয়েছে।)
5بعد إعلان نبأ وفاته، بدأت تعليقات تافهة تنتشر عبر الإنترنت عن موقف البابا السياسي، والمواقف الموالية للحكومة.মৃত্যুর ঘোষণা করার পর পরই, পোপের রাজনৈতিক অবস্থান, যা কিনা ছিল সরকার-পন্থী/ এসসিএেফ-এর প্রতি, সে বিষয়ে দ্রুত পোস্ট আসতে শুরু করে।
6العديد علق تحديداً على موقفه خلال مذبحة ماسبيرو [بالانجليزية].অনেকে বিশেষ করে মাসপেরোর গণহত্যার সময় তার অবস্থান নিয়ে মন্তব্য করে।
7في حين ندد مستخدمي الإنترنت هذه التعليقات والانتقادات وقالوا أن البابا، بصرف النظر عن مواقفه السياسية، كان زعيماً روحياً له تأثير قوي على حياة الملايين من المصريين الأقباط.সেই সমস্ত নেটনাগরিকরা এই সমস্ত মন্তব্য এবং সমালোচনাকে নিন্দা জানাচ্ছে, যারা বলছে যে রাজনৈতিক অবস্থান সত্ত্বেও, তিনি ছিলেন এক আধ্যাত্মিক নেতা, যে নেতার মিশরে বাস করা লক্ষ লক্ষ কপ্ট খ্রিস্টানদের উপর এক শক্তিশালী প্রভাব ছিল।
8علق وائل اسكندر في مقال كتبه رداً على الافتراءات ضد البابا الراحل:ওয়াএল ইস্কান্দার তার এক ব্লগ পোস্টে এই বিষয়ে মন্তব্য করেছেন। মৃত পোপের প্রতি যে আক্রমণ, তার জবাবে সে এই পোস্ট লিখেছে:
9ناشطو الإنترنت الذين يعلقون على تويتر أو فيسبوك يتهجمون على البابا نظراً لموقفه السياسي.পোপের রাজনৈতিক অবস্থানের কারণে বেশ কিছু একটিভিস্ট হয় টুইটার নয়ত ফেসবুকে তার প্রতি আক্রমণ শানিয়েছে।
10المشكلة الرئيسية مع التعليقات حول إدانة البابا على الرغم من أنها غير مراعية للمشاعر، وهي كذلك، أنها تعكس قدر كبير من الجهل.পোপকে নিন্দা জানিয়ে যে সমস্ত মন্তব্য সেগুলোর ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে, এগুলো অন্যের চেয়ে অসংবেদনশীল, যে সবের মাঝে তারা এক বিশাল উপেক্ষার বিষয় প্রতিফলিত করছে।
11من المخيب للظن أن نرى بعض الناس ضيقي الأفق يتهجمون على البابا شنودة الثالث من وجهة نظر سياسية فقط.এটা খুব হতাশা জনক যে কিছু সংকীর্ণমনা মানুষ পোপ তৃতীয় শেনুডার বিষয়ে কেবল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করছে। তারা যে মন্তব্য করেছে তাতে তাদের অগভীর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হচ্ছে।
12إنها تعكس نظرة سطحية فيما تعني وفاته.এরপর ওয়াএল ক্রামগত ব্যাখ্যা করেছে, কপ্টদের মাঝে পোপ শেনুডার গুরুত্ব এবং প্রভাবের বিষয়:
13تابع وائل في شرح مدى تأثير البابا شنودة بين الأقباط:পোপ শেনুডের সমালোচনাকে ক্ষোভ বা অপছন্দ হিসেবে চিন্তা করা হবে ভুল।
14سيكون من الخطأ الاعتقاد بأن الانتقادات القبطية للبابا شنودة الثالث تعني الاستياء أو الكراهية.কপ্ট খ্রিস্টানদের মাঝে পোপ কোন বিতর্কিত চরিত্র নন, তিনি একজন সম্মানিত এবং শ্রদ্ধাশীল নেতা, যিনি অনেক ভালোবাসা অর্জন করেছে।
15لم يكن البابا شنودة شخصية مثيرة للجدل بين الأقباط، لقد كان زعيماً محبوباً ومحترماً جذب حب الكثيرين.চার্চের প্রধান হিসেবে তার ভূমিকায় সবাই দারুণ সন্তুষ্ট ছিল এবং তাকে বদলে যেতে হবে, এ রকম দাবী ছিল খুব সামান্য।
16তার কিছু কাজের সমালোচনার মানে হচ্ছে, ব্যক্তি হিসেবে এবং তার চিন্তাকে সম্পূর্ণ ভাবে প্রত্যাখ্যান করার বদলে, তার এই সমস্ত কাজের সংশোধনের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছিল।
17في دوره كرئيس للكنيسة، كان هناك ارتياح كبير وعدم رغبة في تغييره.একই মনোভাব নিয়ে টুইটারে গামাল আসাদ (@ গামাল_আস৩দ) লিখেছে:
18الانتقادات بشأن بعض تصرفاته تعني لفت الانتباه من أجل تصحيح مسار عمله، وليس الرفض الكامل لشخصه وأفكاره.গামাল_আস৩দ:পোপের রাজনৈতিক দর্শনের প্রতি আমরা যতই ভিন্ন মত প্রকাশ করি না কেন, তিনি আমাদের আধ্যাত্মিক নেতা হয়ে রইবেন এবং তিনি একজন মহান শিক্ষক।
19على نفس الخط، جمال أسعد (@Gamal_As3d) كتب على التوتيرযিনি আমাদের খ্রিস্টান ধর্মের মৌলিক বিষয়ে শিক্ষা প্রদান করেছেন।
20@Gamal_As3d مهما إختلفنا مع البابا سياسيا سيظل هو أبونا الروحي ومعلمنا العظيم الذى تعلمنا منه المسيحيةপোপের মরদেহ এখন গির্জার ভেতরে পাপাল চেয়ারে রাখা হয়েছে, যাতে নাগরিকদের তাকে দেখার সুযোগ পায় এবং তার প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন করে, আর কবরস্থ করার আগে তিনদিন তাকে শেষ বিদায় জানানো যাবে।
21جسد البابا موجود الآن في الكرسي البطريركي داخل الكاتدرائية ليأتي الناس ويقدموا احترامهم ووداعهم خلال ثلاثة أيام حتى موعد دفنه.অয়াদি এল নাতরুন নামক গির্জায় তাকে সমাহিত করা হবে। এটি হচ্ছে অন্যতম এক গির্জা, আনোয়ার আল সাদাতের সময় যেখানে তিনি নির্বাসিত হয়েছিলেন।
22سيدفن البابا شنودة الثالث في دير وادي النطرون، واحد من الأديرة التي نفي إليها خلال حكم الرئيس أنور السادات، لانتقاده اتفاقية كامب ديفيد وزيارته (السادات) للقدس خلال الاحتلال الإسرائيلي.ক্যাম্প ডেভিড নামক চুক্তির নিন্দা এবং ইজরায়েলী দখলদারিত্বের থাকা জেরুজালেম ভ্রমণের অনুরোধ প্রত্যাখ্যান করার সেই বিখ্যাত ঘটনার জন্য সাদাত তাকে এখানে নির্বাসনে পাঠিয়েছিল।
23آدم ماكري (@adamakary) وجدها مثيرة للسخرية:অ্যাডাম মাকরি (@অ্যাডামমাকরি) বিষয়টিকে এক পরিহাস হিসেবে দেখছেন:
24من المثير للاهتمام أن البابا شنودة اختار أن يدفن في نفس المكان الذي عاش فيه محتجزاً تحت حكم السادات ل4 سنوات، دير البيشوي@অ্যাডামমাকরি: কৌতূহল জনক বিষয় হচ্ছে যে পোপ শেনুডা, নিজের সমাহিত হবার স্থান এমন এক জায়গায় বেছে নিয়েছেন যেখানে তিনি আনোয়ার সাদাতের সরকারের সময় চার বছর গৃহবন্দি হিসেবে বাস করছেন, সেই পিসই নামক গির্জায়।
25تقام جنازة البابا شنودة الثالث يوم الثلاثاء.পোপ তৃতীয় শেনুডার অন্তেষ্টিক্রিয়া মঙ্গলবারে অনুষ্ঠিত হবে।
26في حين يخدم الأنبا باخوميوس مؤقتاً لوقت الانتخابات.নতুন পোপ নির্বাচনের আগে পর্যন্ত মেট্রোপলিটন বাকহোমোউয়াস অস্থায়ী ভাবে পোপের দায়িত্ব পালন করবে।
27شرح بسام صبري (@Bassem_Sabry):বাসেম সাবরি (@বাসেম_সাবরি) বিষয়টি পরিষ্কার করছেন:
28الأنبا باخوميوس سيخدم في مكان البابا الراحل لشهرين، في النهاية سيتم انتخاب بابا جديد@বাসেম_সাবরি:: মৃত পোপ #শেনুডার স্থলে মেট্রোপলিটন বাকহোমোউয়াস দুই মাস কাজ করবেন, আর তার সময়কাল শেষে, এক নতুন #কপ্টিক পোপ নির্বাচন করা হবে।