Sentence alignment for gv-ara-20111122-15676.xml (html) - gv-ben-20111124-21463.xml (html)

#araben
1مصر: وعادت الثورة إلى الحياة!মিশর: বিপ্লব আবার ফিরে এসেছে
2هذا المقال جزء من تغطيتنا الخاصة للثورة المصرية 2011.এই প্রবন্ধটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3ধারণা করা হচ্ছে প্রায় ১০০,০০০-এর বেশী জনতা এখন তাহরির স্কোয়ারে অবস্থান করেছে।
4يقال إن ما يزيد على 100.000 فرد موجودون بميدان التحرير الآن، كما تواصل الشرطة والجيش المعركة مع المتظاهرين المنادين بنهاية حكم العسكر.একই সাথে পুলিশ এবং সামরিক বাহিনী বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে, যে সমস্ত বিক্ষোভকারীরা মিশরের সামরিক শাসনের শাসনের আহ্বান জানাচ্ছে।
5ودارت معارك بين المتظاهرين والرجال المسلحين المدافعين عن الحكومة المصرية منذ يوم الجمعة والمتظاهرون الآن مصرون على البقاء في الميدان حتى تنفيذ كل مطالبهم.গত শুক্রবার থেকে বিক্ষোভকারীরা দেশটির সরকারী সংস্থায় কর্মরত বন্দুকধারীদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে এবং এখন তারা এখানে অবস্থান করতে দৃঢ় প্রতিজ্ঞ, যারা তাদের দাবী পুরণ না হওয়া পর্যন্ত সেই স্কোয়ার থেকে সরে যাবে না।
6وتفيد التقارير أن 35 شخصاً قد لقوا حتفهم في المواجهات حتى الآن.বিভিন্ন সংবাদে পাওয়া খবর অনুসারে ৩৫ জনের মত নাগরিকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
7বিক্ষোভকারীদের প্রধান দাবী ছিল, দেশটির শাসন কার্য সর্বোচ্চ সামরিক পরিষদকে (সুপ্রিম কাউন্সিল অফ আর্মড ফোর্সেস বা এসসিএএফ) এক বেসামরিক সরকারে কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
8من بين المطالب الرئيسية الدعوة لإقامة حكومة مدنية لتحل محل المجلس الأعلى للقوات المسلحة، المؤسسة العسكرية التي نصبت نفسها كحاكم فعلي لمصر بعد الإطاحة بالرئيس السابق محمد حسني مبارك في شهر فبراير.গত ফেব্রুয়ারীতে রাষ্ট্রপতি পদ থেকে হোসনী মুবারকের পদচ্যুতির পর দেশটির সামরিক বাহিনী নিজেই দেশটির অস্থায়ী শাসক রুপে আবির্ভুত হয়। এনবিসি-এর সাংবাদিক রিচার্ড এঞ্জেল টুইট করেছেন:
9كتب مراسل إن بي سي ريتشارد أنجل على تويتر:@রিচার্ডএঞ্জেলএনবিসি: #ইজিপ্ট। সম্ভবত ১০০,০০০-এর মত জনতা এখন তাহরিরে অবস্থান করছে।
10ربما هناك 100.000 في التحرير الآن، والخيام الكبيرة تعود لترفع ثانية.বড় বড় তাবু এখন তাদের আশ্রয় কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের টিভি চ্যানেল আল জাজিরা মুবাশ্বের-এর একটি ছবি আপলোড করেছে।
11رفع المعلق الإماراتي صوراً من قناة الجزيرة مباشر تظهر الحشود:এই ছবি তাহরিরে অবস্থান করা জনতা পরিমাণকে তুলে ধরছে:
12@SultanAlQassemi: ميدان التحرير الآن - الوقت في القاهرة 10:40 مساء يوم الاثنين.@সুলতানআলকাশেমী: ঠিক এই মূহূর্তে তাহরির স্কোয়ার- কায়রোর স্থানীয় সময় সোমবার, রাত ১০. ৪০ মিনিট।
13المشهد في التحرير.তাহরিরের দৃশ্য।
14আল জাজিরা মুবাশ্বের-এর মাধ্যমে পাওয়া সুলতান আল কাশেমীর ছবি।
15تصوير سلطان القاسمي من الجزيرة مباشرজ্যাক শেনকার এর সাথে যোগ করেছে:
16ويضيف جاك شنكر:@হ্যাকেনইয়াল্ড:
17دمية لطنطاوي معلقة على عمود نور في التحرير، والعمود نفسه الذي علقت عليه دمية لمبارك في شهر يناير. pic.twitter.com/h7zjZu9s#তাহরিরের এক ল্যাম্পপোস্ট তানতাউইতে-এক কুশপুত্তলিকা ফাঁসিতে ঝোলানো হয়েছে। সেই একই ল্যাম্পপোস্টে জানুয়ারি মাসে যেটিতে মুবারকের কুশপুত্তলিকা ঝোলানো হয়েছিল: ছবি- twitter.com/h7zjZu9s
18তাহরিরের এক ল্যাম্পপোস্ট তানতাউয়িতে -এক কুশপুত্তলিকা ফাঁসিতে ঝোলানো হয়েছে, ছবি জ্যাক শেনকার-এর
19دمية طنطاوي أعلى عمود في التحرير، الصورة بواسطة Jack Shenker.ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসাইন তানতাউয়ি হচ্ছেন সামরিক পরিষদ বা এসসিএএফ-এর প্রধান।
20المشير محمد حسين طنطاوي هو القائد الأعلى للقوات المسلحة والمتظاهرون يطالبون باستقالته من منصبه منذ شهور.এখন বিক্ষোভকারীরা মাসের পর মাস ধরে তাঁর পদত্যাগের আহ্বান জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে আসছে।
21المصريون مذهلون!মারিয়ান আওয়াজ দিচ্ছে:
22الروح عالية في الميدان!@মারো৮৪:গৃহ মিশ্রিয় নাগরিকরা দারুণ!
23لن نتراجع ولن نستسلم :) يسقط المجلس العسكري.স্কোয়ারে অবস্থান করা সকলের মনোভাব চাঙ্গা! আমরা হাল ছাড়ব না!
24আমরা পিছু হটব না #তাহরির, এসসিএএফ নিপাত যাক।
25কিন্তু এক প্রান্ত থেকে বিপদ উঁকি দিচ্ছে, এই সংঘর্ষে ভয়ানক পরিমাণে কাঁদানে গ্যাস, ছররা গুলি এবং এমনকি তাজা বুলেট ব্যবহার করা হচ্ছে।
26ولكن المتاعب تترصدنا سواء كان ذلك من الاستخدام المفرط للغاز المسيل للدموع والخرطوش، أو حتى الذخيرة الحية.ইয়াসমিন জি দুটি বুলেটের একটি ছবি প্রদর্শন করছেন, এর একটি যুক্তরাষ্ট্র এবং অপরটি ইতালির তৈরি। এগুলো বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
27تنشر ياسمين صورة للرصاص، واحدة صنعت في الولايات المتحدة وأخرى بإيطاليا، تم استخدامها ضد المتظاهرين.@_ইয়াসমিনজি_ : ইতালি এবং যুক্তরাষ্ট্রের তৈরি বুলেট, এগুলো হচ্ছে এমন এক ধরনের বুলেট যা, আরো ছোট ছোট টুকরা হয়ে ছড়িয়ে পড়ে।
28صنع في إيطاليا، وصنع في الولايات المتحدة الأمريكية، هذه أنواع من الرصاص الذي يطلق علينا. yfrog.com/nu6gngnj#তাহরির#নভে১৯ yfrog.com/nu6gngnj যুক্তরাষ্ট্র এবং ইতালির তৈরি বুলেট, যা কিনা মিশরীয় বিক্ষোভকারীদের খুন করার কাজে ব্যবহার করা হচ্ছে।
29رصاص صنع في إيطاليا والولايات المتحدة يستخدم لقتل المتظاهرين المصريين.ছবি ইয়াসমিন জি-এর বেল ট্রিউ স্বীকার করে নিয়েছে:
30@বেলট্রিউ: আমরা নাইট ভিশন ক্যামেরার মাধ্যমে, কোনখানে দুরপাল্লার বন্দুকধারীদের অবস্থান করছে কিনা তা দেখে নিচ্ছি।
31يعترف بل ترو:#তাহরির
32نتحقق من وجود قناصة باستخدام كاميرات للرؤية الليليةজোনাথান রাশাদ আমাদের জানাচ্ছে:
33تستخدم ضدنا الذخيرة الحية الآن في شارع محمد محمود. المعركة دائرة على مدار57 ساعة، والخسائر مرتفعة جداً.@জোনাথানরাশাদ: এখন মোহামেদ মাহমুদ নামক সড়কে আমাদের বিরুদ্ধে তাজা বুলেট ব্যবহার করা হচ্ছে।
34ويشاركنا جوش شهريار هذه الصورة ذات الدلالة:এই সংঘর্ষ ৫৭ ঘণ্টা ধরে চলছে। নিহতের সংখ্যা অনেক বেড়ে গেছে।
35إلى أي مدى كان إطلاق الرصاص مريعاً في التحرير؟আর জশ শাহরিয়ার এই ছবিটি আমাদের প্রদর্শন করেছে, যে ছবি কথা বলছে:
36توضح ذلك هذه الصورة بشكل جيد. http://bit.ly/uSz5pv@জেশাহরিয়ার: তাহরিরের বন্দুক থেকে গুলি ছোঁড়ার ঘটনা আসলে কতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে?
37صورة منتشرة على تويتر تبين نطاق إطلاق النار في التحرير.এই ছবিটা তা ভালভাবে ব্যাখ্যা করছে: https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc7/s720x720/374922_310620258948089_279164165427032_1277693_48204579_n.jpg #Egypt via @Elazul
38في الوقت نفسه، زارت الناشطة منى سيف المشرحة، حيث تحفظ جثث الشهداء الذين سقطوا من هجمات الشرطة على المتظاهرين. وأفادت منى:টুইটারে, @এলাজুল এই ছবিটি প্রদর্শন করেছে, যা তাহরিরে, বন্দুক থেকে গুলি ছোঁড়ার পরিমাণ তুলে ধরছে।
39كل الشهداء بالمشرحة قتلوا بذخيرة حية ما عدا حالتي اختناق من الغاز المسيل للدموع وحالة كسر بالجمجمة.এদিকে একটিভিস্ট মোনা সাইফ মর্গে ঘুরে এসেছেন। পুলিশের আক্রমণে নিহত শহীদ বিক্ষোভকারীদের অনেকে এখানে রাখা হয়েছেন।
40فضلا عن 23 جثة كانت هناك بالمشرحة:ভদ্রমহিলা সংবাদ প্রদান করেছেন :
41@মোনাসোসহ :এখানে মর্গে রাখা সকল মৃতদেহের মধ্যে কিছু ব্যতিক্রম ছাড়া সকল শহীদ বন্দুকের বুলেটে নিহত হয়েছে, এর মধ্যে যারা ব্যতিক্রম, তাদের মধ্যে দুজন কাঁদানে গ্যাসের প্রভাবে দমবন্ধ হয়ে এবং একজন মাথার খুলি ফেটে যাওয়ার কারণে নিহত হয়েছে#তাহরির#মাসরা৭য়আ
4223 جثة، 2 منهم جاري التعرف عليهم، و 3 مجهولين.তিনি এর সাথে জানান, মর্গে তিনি ২৩ টি মৃতদেহ দেখেছেন [আরবী ভাষায়] :
43قولوا للأهالي ييجوا يتعرفوا عليهم@মোনাসোসহ: মর্গে মোট ২৩ টি লাশ দেখেছি।
44এর মধ্যে এখন দুজনের পরিচয় পাওয়া গেছে এবং তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
45هذا المقال جزء من تغطيتنا الخاصة للثورة المصرية 2011.পরিবার সমূহকে অনুরোধ করছি, যেন তারা এখানে এসে মৃতদেহ শনাক্ত করে।