# | ara | ben |
---|
1 | مصر: هل تم الإفراج على وائل غنيم؟ | মিশর: ওয়ায়েল ঘোনিমকে ছেড়ে দেওয়া হয়েছে? |
2 | هذا المقال هو جزء من تغطيتنا لمظاهرات مصر 2011 | এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ |
3 | تحديث: لقد سمعنا تناقضات كثيرة حول هذه القصة و ننتظر أدلة جديدة حول الإفراج عن وائل غنيم. | Update: এই ঘটনার ক্ষেত্রে আমরা বেশ কিছু পরস্পর বিপরীত সংবাদ পেয়েছি এবং আমরা আরো প্রমাণের অপেক্ষা করছি, যাতে নিশ্চিত হয় যে ঘোনিমকে আসলেই ছেড়ে দেওয়া হয়েছে। |
4 | | ইতোমধ্যে, ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের উদ্ধৃতি প্রদান করেছে, যারা জানাচ্ছে, ঘোনিমকে যে মুক্তি প্রদান করা হয়েছে তার নিশ্চিত সংবাদ তাদের কাছে রয়েছে। |
5 | | যখন মিশরীয় নাগরিকরা ক্রমাগত মুবারক সরকারের অপসারণ দাবি করে আসছে, সে সময়ের প্রেক্ষাপটে মিশরীয় সাইবার একটিভিস্ট এবং গুগলের কর্মী ওয়ায়েল ঘোনিমকে আজ ছেড়ে দেওয়া হয়েছে। |
6 | في نفس الوقت، تحدث The Wall Street Journal الى مصدر أمني امريكي بأن جاء بيان مؤكد بالإفراج عن وائل غنيم. | ছড়িয়ে পড়া ক্রমাগত এই বিক্ষোভের ১৪ তম দিনেও সারা মিশর জুড়ে মুবারক সরকারের পতনের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। |
7 | تم الإفراج عن الناشط و مدير تسويق شركة جوجل وائل غنيم، كما استمر المصريين في مظاهراتهم ضد النظام الحاكم. | ২৮ জানুয়ারি থেকে ঘোনিমের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সে সময় তাহরির স্কোয়ারের বিক্ষোভকারীরা তাদের মুখপাত্র হিসেবে তার নাম উল্লেখ করে। |
8 | توسعت انتشار المظاهرات لليوم الرابع عشر في مصر تطالب مبارك بالتنحي كرئيس. | ঘোনিমের মুক্তির দাবিতে বিক্ষোভকারীরা সরকারকে চাপ প্রয়োগ করে। |
9 | غنيم، الذي اختفى يوم 28 يناير، اطلق عليه المتحدث بأسم المتظاهرين في التحرير،حتى يتم الضغط علي الحكومة للإفراج عنه. | তারা ফেসবুকে, একটি গ্রুপে, যার এডমিনিষ্ট্রেটর ঘোনিম, এবং অন্য সামাজিক প্রচার মাধ্যমে দেশটিতে পরিবর্তনের আহ্বান জানিয়েছিল। |
10 | المظاهرة بدأت عن طريق عمل جروب على موقع فيسبوك، تحت إدارة غنيم ووسائل إعلام أخرى، بدأت كهتاف واسع للتغير في البلد. | মিশরীয় টিভি চ্যানেল গতকাল ঘোষণা দেয় যে, ঘোনিমকে আগামীকাল কায়রোর স্থানীয় সময় বিকেল ৪টায় মুক্তি প্রদান করা হবে। |
11 | | কিন্তু তার মুক্তির আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে নিশ্চিত হবার জন্য সমর্থকদের এক ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হয়। |
12 | أعلن التليفزيون المصري بأنه سوف يتم إطلاق صراح غنيم الساعة 4 مساء بتوقيت القاهرة، لكن كان على المؤيدين الإنتظار لمدة ساعة حتى يتم التأكد. | যদিও সংবাদ মাধ্যম, টুইটার ব্যবহারকারী, এবং তার সাথে যাদের যোগাযোগ ছিল, তারা নিশ্চিত করেছিল যে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারপরেও সারা বিশ্বের নেট নাগরিকরা আরো স্পষ্ট প্রমাণ চাইছিল। |
13 | بالرغم من تأكيد وكالات الأنباء ومستخدمي تويتر بخروج وائل غنيم، أراد المؤيدون حول العالم أن يروا دلائل ملموسة. | @বেনসিএনএন:ওয়ায়েল@ঘোনিমকে ছেড়ে দেওয়া হয়েছে#তাহরির#মিশর#জান২৫ @এজেলাইভ: ওয়ায়েল ঘোনিম, গুগলের একজন কর্মী এবং রাজনৈতিক একটিভিস্ট। |
14 | @bencnn: لقد تم الإفراج عن وائل غنيم | মিশর সরকার ২৫ জানুয়ারি তারিখে তাকে গ্রেফতার করে। |
15 | Hisham_G@: uh-oh! | এখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে। #মিশর |
16 | RT @HalaGorani: RT @IvanCNN على الهاتف مع حازم غنيم. يقول انه ليس لديه علم بخروج وائل غنيم. | @দিমা_খাতিব: বেশ কয়েকটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে একটিভিস্ট ওয়ায়েল ঘোনিমকে ছেড়ে দেওয়া হয়েছে#জান২৫,#মিশর |
17 | @AJELive: وائل غنيم، مدير تسويق شركة جوجل وناشط سياسي الذي تم اعتقاله من قبل السلطات المصرية يوم 25 يناير تم إطلاق صراحة | @হিশাম_জি:ওহ-হো! আরটি@হালাগোরানি: আরটি@ইভানসিএনএন, হাজ্জাম ঘোনিমের সাথে ফোনে কথা বলেছি, হাজ্জাম বলছে যে, ওয়াএল ঘোনিমকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা, সে সম্পর্কে তার কোন ধারণা নেই। |
18 | @Dima_Khatib: مؤكد من العديد من المصادر: وائل غنيم بالتأكيد حر | সৌদি টুইটারকারী এসসাম আল জামিল লিখেছে (আরবী ভাষায়) (Ar): |
19 | كتب السعودي عصام الزميل على تويتر: ننتظر رؤية صورة جديدة لوائل غنيم في ميدان التحرير.. | আমরা তাহরির স্কোয়ারে ঘোনিমের উপস্থিতির ছবি অথবা অন্তত তার টুইটার একাউন্ট থেকে একটা টুইটের অপেক্ষায় আছি। |
20 | أو تويتة من حسابه.. | এর ফলে আমরা নিশ্চিত হব যে সে ছাড়া পেয়েছে। |
21 | | @দিমা_খাতিব: আপনাদের অনেক বলছেন যে: যতক্ষণ না আমরা @ঘোনিমের কাছ থেকে আসা কোন টুইট পাঠ করছি না, ততক্ষণ আমরা বিশ্বাস করছি না যে সে মুক্ত হয়েছে। |
22 | عشان نرتاح مية بالمية #jan25 #Ghonim @Ghonim | এই সরকারের প্রতি জনগণের কোন আস্থা নেই। #জান#মিশর। |
23 | @Dima_Khatib:الكثير منكم يتحدثون حتى أقراء على تويتر رساله من @Ghonim لان اصدق انه حر. | @এম্বিশনিস্টা: @এজেঅ্যারাবিক, আমাদের সুস্পষ্ট প্রমাণ দরকার যে তাকে ছেড়ে করা হয়েছে। যে সকল সংবাদ আসছে তা অন্যের কাছ থেকে আসছে! |
24 | الشعب لا يثقون فى النظام مطلاقاً. | #জান২৫, তার ছবি চাই। @ঘোনিম। |
25 | Ambitionissta@: @AJArabic نحن نحتاج إلى دليل ملموس بأن تم إطلاق صراحه، كل هذا الآن أخبار غير صحيحه. | অন্যের ব্যাক্তিগত পর্যায়ে এই ঘটনার সত্যতা যাচাই করতে চায়: @সালমা_টিসটালl: ট্যাব, কার কাছে ওয়ায়েল ঘোনিমের ফোন নাম্বার আছে? |
26 | الآخرون يفضلون أن يتأكدوا شخصياً | দয়া করা জানাবেন কি? জান২৫, #মিশর |
27 | @Salma_ts2al من لديه رقم هاتف وائل غنيم؟ | @খালিফা@ঘোনিম, মুক্ত জীবনে আবার স্বাগতম। |
28 | @hkhalifa: @Ghonim حمداً لله على سلامتك. | কিছুটা সময় বিশ্রাম নিন এবং তারপর সারা বিশ্বকে জানান আসলে কি ঘটেছিল। |
29 | خذ قسط من الراحة ثم قل للعالم ماذا حدث. | ঘোনিম, @ঘোনিম-এ টুইট করে। |
30 | غنيم يكتب على تويتر على @Ghonim. انتظروا حتى يعود غنيم و يحكي لنا حكاية. | যখন ঘোনিম অনলাইনে ফিরে আসবে এবং তার কাহিনী তুলে ধরবে, তখনকার তাজা সংবাদ শোনার জন্য আমাদের সাথে থাকুন। |