Sentence alignment for gv-ara-20110322-9943.xml (html) - gv-ben-20110326-16477.xml (html)

#araben
1سوريا: احتجاجات على مستوى الدولة وقتل 6 أشخاص في درعاসিরিয়া: সারা দেশে বিক্ষোভ, দারা'আ শহরে ৬ জন নিহত হবার সংবাদ পাওয়া গেছে
2انضمت سوريا إلى ركب الدول المحتجة على أنظمتها السياسية في المنطقة.এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। সারা মধ্যপ্রাচ্য জুড়ে যে গণজাগরণের উত্থান, সিরিয়া তাতে সম্প্রতি যোগদান করেছে।
3بينما فشلت دعاوي سابقة للاحتاج بتاريخ 5 فبراير / شباط، تجددت دعوة للخروج في 15 مارس / آذار. واستطاعت هذه الدعوة حصر بضع المئات من المحتجين في شوارع المدن السورية بما فيها العاصمة دمشق.যখন এর আগে ৫ ফ্রেব্রুয়ারি তারিখে ডাকা বিক্ষোভ ব্যর্থ হয়েছিল, তখন ১৫ মার্চে আবার নতুন করে রাস্তায় বিক্ষোভে প্রদর্শন করার আহ্বান জানানো হয়, যা দেশটির বিভিন্ন শহরে শত শত লোককে হাজির করতে সমর্থ হয়, এই সব শহরের মধ্যে দামেস্ক এবং আলেপ্পোর মত শহর রয়েছে।
4لم تكن أعداد المحتجين كثيرة ولكنها اعتبرت الخطوة الأولى في دولة يمنع فيها ممارسة أي مظهر من مظاهر الاحتجاج.যদিও বিক্ষোভে হাজির হওয়া নাগরিকদের সংখ্যা হয়ত সামান্যই, কিন্তু তা সিরিয়ায় একটি গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করেছে, যেখানে সরকার বিরোধী বিক্ষোভের কথা শোনা যায় না, এবং এখানে যে কোন ভিন্নমতের লক্ষণকে কঠোর হস্তে দমন করা হয়।
5في الخامس عشر من مارس، احتشد ما يقارب ال 150 متظاهر أمام مبنى وزارة الداخلية مطالبين بالافراج عن معتقلي الرأي بمشاركة من أهالي المعتلقين.১৬ মার্চে, প্রায় ১৫০ জন নাগরিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে নিজস্ব মতামত ব্যক্ত করার কারণে বন্দী নাগরিকদের মুক্তির দাবীতে বিক্ষোভ করছিল, উক্ত বিক্ষোভে এইসব বন্দীদের পরিবারও অংশগ্রহণ করে। প্রচণ্ড হামলার মাধ্যমে এই বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং প্রায় ৩৮ জনকে গ্রেফতার করা হয়।
6قوبلت التظاهرات بالعنف واعتقل ما يقارب ال 38 شخصاً.এর শিরোনাম পাঠ করুন: ১৫ মার্চ,২০১১। সিরিয়াকে মুক্ত কর, ৪৮ বছর ধরে চলা অন্যায় এবং স্বৈরশাসনের হাত থেকে।
7واليوم كانت هناك احتجاجات كبيرة على مستوى أوسع.আজ, সারা দেশ জুড়ে বিশাল এক প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
8لعل أكبرها ما حدث في درعا والتي تبعد 100 كم عن العاصمة دمشق.সবচেয়ে বড় প্রতিবাদ বিক্ষোভটি অনুষ্ঠিত হয় দারা'আ নামক এলাকায়। এটি রাজধানী দামেস্কের দক্ষিণে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দুরে অবস্থিত একটি শহর।
9قوبلت هذه الاحتجاجت بالعنف، وتقول التقارير أنه تم قتل 6 أشخاص وجرح 50 اخرين.সেখানে বিক্ষোভকারীদের উপর ভয়াবহ হামলা চালানো হয় এবং সংবাদে জানা গেছে যে ৬ জন ব্যক্তি নিহত হয়েছে এবং ৫০ জন আহত হয়েছে।
10من تويتر، يقول المدون السوري عقبة:সিরিয়ার ব্লগার @ওকাবাহ টুইটারে সংবাদ প্রকাশ করেছে যে:
11مصدر دكتور في مستشفى درعا يؤكد لمحمد العبد الله وصول ستة قتلى للمستشفى وخمسين جريحا. والصور قريبا#Syria #Daraaদারা'আ হাসপাতালের এক ডাক্তার মোহাম্মেদ আল আবদাল্লাহর কাছে নিশ্চিত করেছে যে ছয়জন ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং ৫০ জন ব্যক্তি এই ঘটনায় আহত হয়েছে।
12يعرض الفيديو التالي بعض من مشاهد الاحتجاجات في درعا حيث يهتف المحتجون بعبارة “حاميها حراميها”:নীচের ভিডিওটি দারা'আ-এর বিক্ষোভের দৃশ্য তুলে ধরছে, যেখানে লোকজন স্লোগান দিচ্ছে “ যারা রক্ষার দায়িত্বে নিয়োজিত, তারাই চোর”।
13ويضيف عقبة:@ওকাবাহ এর সাথে যোগ করেছেন:
14عشائر درعا تهدد بحرق كل مقار الأمن والجيش في المدينة ان لم يحاسب الرئيس قتلة أبنائها اليوم #Syria #Daraaযদি আজ নিহত হওয়া তাদের সন্তানদের হত্যার দায়িত্ব রাষ্ট্রপতি না নেয়, তাহলে দারা'আ-এর আদিবাসী গোষ্ঠি হুমকি প্রদান করেছে যে, সেক্ষেত্রে তারা সেই শহরে অবস্থিত সকল সেনা এবং নিরাপত্তা বাহিনীর দপ্তর জ্বালিয়ে দেবে।
15ناشط سوري يعرف بلقب ملاذ عمران يؤكد أن الدمار ما زال قائماً:সিরিয়ার একজন একটিভিস্ট, যে মারাথ আউমরান নামে পরিচিত, সে নিশ্চিত করেছে, ইতোমধ্যে হামলা চালানো শুরু হয়ে গেছে:
16Call from a friend: attacking on Atef Najeeb office, the chief of political security department in Derra #Syria
17مكالمة من صديق: مهاجمة مكتب عاطف نجيب رئيس دائرة الأمن السياسي في درعاআমার এক বন্ধু জানাচ্ছে: দারা'আ-এর প্রধান রাজনৈতিক নিরাপত্তা বিভাগের দপ্তর যা আতেফ নাজিবে অবস্থিত, সেখানে হামলা চালানো হয়েছে #সিরিয়া
18ومن الولايات المتحدة يقول الناشط السوري عمار عبدالحميد:যুক্তরাষ্ট্র থেকে সিরিয়ার একটিভিস্ট আম্মার আবদুলহামিদ বলছে:
19#Syria: it's officially a revolution.#সিরিয়া, আনুষ্ঠানিক ভাবে বলা যায়, এটা একটা বিপ্লব।
20Clashes هn #Deraa #Homs #Damascus #Banyas#Hassakeh #DeirAzzor #Hama, etc#March15 إنها الثورةসংঘর্ষ চলছে#দেরা,#হোমস,#দামাস্কাস,#বানইয়াস,#হাসাকে,#দিয়ার আজোর, #হামা, ইত্যাদি,# মার্চ১৫إنها الثورة
21فيما يلي مقطع فيديو يظهر فيه رش المحتجين بالماء:নীচের ভিডিওটি দেখাচ্ছে যে বিক্ষোভকারীদের উপর পানি ছিটানোর জন্য ফায়ার বিগ্রেডের গাড়ি ব্যবহার করা হয়েছে:
22ومن فيسبوك، قدمت صفحة الثورة السورية تقارير عن عدة مروحيات تحلق في سماء درعا. وتضيف أن المدينة حالياً تعاني قمعاً أمنياً مشدد حيث يتم إرسال الآلاف من قوات الجيش.ফেসবুকে সিরিয়ার বিপ্লব নিয়ে তৈরি করা এক পাতায় সংবাদ প্রকাশ করা হয়েছে যে বেশ কয়েকটি হেলিকপ্টারকে দারা'আর আকাশে উড়তে দেখা গেছে এবং তাদের মতে শহরটি নিরাপত্তা ঘেরে বন্দী হয়ে রয়েছে, এবং সেখানে হাজার হাজার সেনা সদস্যেকে রাস্তায় চলাফেরা করতে দেখা গেছে।
23وتقول تقارير الصفحة أن تم احراق 6 من سيارات قوى الأمن وأن السلطات تحاول إخفاء جثث من قتلوا في عمليات القمع.এছাড়াও সেই ফেসবুকের পাতার সূত্রানুযায়ী, নিরাপত্তা রক্ষা কাজে ব্যবহৃত ছয়টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ সেই সব ব্যক্তির দেহ লুকিয়ে ফেলার চেষ্টা করছে, যারা এই হামলায় নিহত হয়েছে।
24تظهر في الصورة مروحية تحلق فوق مدينة درعاএই ছবিটি দেখাচ্ছে যে দারা'আর পৌরসভার স্টেডিয়ামে একটি হেলিকপ্টার অবতরণ করছে।
25ومن الممارسات الشائعة لقوى الأمن والجيش اقتحام المستشفيات وارغام الأطباء على تغيير سبب الوفاة في الوثائق الرسمية إلى حوادث السير.নিরাপত্তা বাহিনী এবং সেনা সদস্যদের এটা একটা সাধারণ অভ্যাস, তারা হাসপাতালে প্রবেশ করে এবং ডাক্তারদের নিহত ব্যক্তির মৃত্যুর সনদপত্রে মৃত্যুর কারণ পাল্টাতে বাধ্য করে, তারা বলে যে সনদপত্রে যেন লেখা হয়, যারা গুলিতে নিহত হয়েছে, তাদের মৃত্যুর কারণ আসলে সড়ক দুর্ঘটনা।
26وسنواصل تقديم التقارير عن هذه القصة كلما توفرت لدينا أية معلومات.যখনই কোন তাজা সংবাদ পাব তখনই আমরা সেই সংবাদ প্রচার করতে থাকব।