Sentence alignment for gv-ara-20140811-34821.xml (html) - gv-ben-20140814-44496.xml (html)

#araben
1আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও ক্রমাগত ব্যারেল বোমা হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চলছে সিরিয়ায়
2استمرار القصف ببراميل الموت في سوريا رغم إدانتها دوليًا لقطة من فيديو على يوتيوب نشرها SyrianZero تظهر استخدام نظام الأسد للبراميل المتفجرة في قصف المدنيين.সিরিয়ানজিরোর আপলোড করা ইউটিউব ভিডিওর স্ক্রিনশট, যেখানে আসাদ সরকারের ব্যারেল বোমা নিক্ষেপের চিত্র দেখা যাচ্ছে।
3بينما تتركز أنظار العالم على غزة، يستمر الناس في سوريا بملاقاة حتفهم إثر إلقاء الحكومة السورية للبراميل المتفجرة على المناطق المدنية الخاضعة لسيطرة القوات الساعية لإزاحة نظام بشار الأسد عن الحكم.সারা বিশ্বের মনোযোগ যখন গাজার দিকে, তখন সিরিয়াতে ক্রমাগতভাবে হামলা চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। সেখানে আবাসিক এলাকাগুলোতে সরকার ব্যারেল বোমা নিক্ষেপ করছে।
4كان لهذه الأدوات البسيطة المصنوعة من براميل النفط واسطوانات الغاز وخزانات المياه المملوئة بالشظايا المعدنية والمتفجرات دورًا مأساويًا في الحرب الأهلية الجارية في سوريا.যারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনতন্ত্রকে উচ্ছেদ করতে চায়, তাদের লক্ষ্য করে সরকারি বাহিনী এই বোমা হামলা চালাচ্ছে।
5তেলের বড় বড় ড্রাম, গ্যাসের সিলিন্ডার এবং বিস্ফোরক দ্রব্য এবং লোহার টুকরা দিয়ে ভর্তি পানির ট্যাংক দিয়ে এই ত্রুটিপূর্ণ ব্যারেল বোমাগুলো তৈরি করা হচ্ছে।
6মধ্যপ্রাচ্যের এই দেশটির গৃহযুদ্ধে এই বোমাগুলো বেশ ধ্বংসাত্মক ভূমিকা পালন করে যাচ্ছে।
7বাসায় বানানো অস্ত্রটি সিরিয়া আবিষ্কার করেনি, তবে সিরিয়ার সরকার বার বার ব্যবহার করতে শুরু করার প্রায় এক বছরেরও বেশি সময় পরে শুধুমাত্র ব্যারেল বোমা শব্দটি ২০১৩ সালের নভেম্বর মাসে সিরিয়ার নামে উইকিপিডিয়ার একটি অংশে পরিণত হয়েছে।
8ولم تكن سوريا من اخترعت هذا السلاح المصنوع يدويًا إلا أن مصطلح البرميل المتفجر لم يصبح جزءًا من ويكيبيديا إلا في تشرين الثاني عام 2013 بعد أكثر من سنة من بدء الحكومة السورية باستخدامها استخدامًا متكررًا.সিরিয়া ভিত্তিক নাগরিক প্রতিবেদকদের একটি দল হচ্ছে ইনাব-বালাদি। ফেব্রুয়ারি মাসের শুরুতে দলটি বলেছিল, দারায়া শহরে এক সপ্তাহে ১০০ টি ব্যারেল বোমা নিক্ষেপ করা হয়েছে।
9قال موقع عنب بلدي وهو يمثل مجموعة من المواطنين الصحفيين الذين يعملون لصالح الجريدة ومقرها سوريا في بداية شباط، أن الحكومة قد ألقت مئة برميل متفجر على مدينة داريا في أسبوع واحد مودية بذلك بحياة ثمانية عشر شخصًا.এসব বোমা হামলায় ১৮ জন লোক মারা গেছেন। দারায়ার স্থানীয় বিপ্লবী সংবাদপত্র ইনাব বালাদি'র তথ্যনুসারে, গত এক সপ্তাহে দারায়ায় ১০০ টি ব্যারেল বোমা নিক্ষেপ করা হয়েছে।
10Over 100 barrel bombs dropped on Daraya last week, acc to Daraya's local revolutionary newspaper, Enab Baladi pic.twitter.com/NuJycrq7UW #Syria - abigail marshall (@Aemar_) February 6, 2014সে মাসের শেষে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ব্যারেল বোমার ব্যবহার বন্ধ করতে দ্বন্দ্বে লিপ্ত সকল পক্ষকে ডেকে একটি প্রস্তাব গ্রহণ করে।
11إلقاء أكثر من مئة برميل متفجر على مدينة داريا في الأسبوع الماضي، وفقًا لجريدة داريا المحلية الثورية، عنب بلدي .তবে সিরিয়ান সরকার সে প্রস্তাব গ্রাহ্য করেনি।
12হিউম্যান রাইটস ওয়াচ গত ৩০ জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, তারা এ পর্যন্ত আলেপ্পো শহরের বিভিন্ন অংশে বিদ্রোহী গ্রুপের চালানো একই রকম ব্যারেল বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ৬৫০ টি স্থান চিহ্নিত করেছে।
13وتبنى قرار لمجلس الأمن لاحقًا في ذلك الشهر دعا فيه جميع أطراف النزاع للتوقف عن استخدام البراميل المتفجرة ولكن الحكومة السورية لم تلتزم بحيثيات القرار، إذ افادت هيومن رايتس ووتش في الثلاثين من تموزعن إيجادها لـ 650 موقعًا متضررًا جديدًا يتطابق وتأثيرات البراميل المتفجرة منذ ذلك الحين على أجزاء من مدينة حلب تخضع لسيطرة الثوار.বোমা হামলা চালানোর আগের এবং পরের বেশ কিছু পারস্পরিকভাবে সক্রিয় ছবি তাদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের ইউরোপিয়ান প্রচার মাধ্যমের পরিচালক এন্ড্রু স্ট্রোয়েলেইন বিভিন্ন স্থানকে চিহ্নিত করে একটি মানচিত্র টুইট করেছেন।
14ويتضمن موقع هيومن رايتس ووتش صورًا تفاعلية للمناطق المستهدفة قبل وبعد القصف.সংস্থাটি বলছে, মানচিত্রে দেখানো এসব স্থানে সরকার ব্যারেল বোমা হামলা চালিয়েছে।
15وأرسل آندرو ستروهيلين، مدير الإعلام الأوروبي لهيومن رايتس ووتش، في تغريدة له على تويتر خريطة للمواقع التي قالت المنظمة أن الحكومة السورية قد ألقت عليها البراميل المتفجرة.সিরিয়াতে ব্যারেল বোমা আক্রমণের প্রায় ৮০ টি দলিল দেখাতে উইকিপিডিয়াতে অর্থবহ একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
16UNSC কর্তৃক বাশার সরকারের চালানো ব্যারেল বোমার নথি: ৬৫০ টি নতুন প্রধান ক্ষতিগ্রস্ত সাইট নথিভুক্ত
17প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিশ্বস্ত বাহিনী এবং তাঁর শাসন বিরোধী অন্যান্য দলগুলোর দলাদলির মাঝে সিরিয়ার নিয়ন্ত্রণ ক্ষমতা হাতে নেয়ার এই রক্তাক্ত যুদ্ধ এই মার্চ মাসে তৃতীয় বছরে পদার্পণ করল।
18كما زعمت قائمة على ويكيبيديا احتوائها على مايقارب من 80 موقع موثق تعرض للقصف بالبراميل المتفجرة.এই যুদ্ধে এখন পর্যন্ত ১ লক্ষ ৭০ হাজার লোক নিহত হয়েছে।
19#Syria govt barrel bombs civilians in defiance of UNSC: 650 major new damage sites documented http://t.co/khA8gBw9mq pic.twitter.com/c5U5Rr7y4Vসমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে আরব বসন্ত প্রতিবাদের ঢেউ এসে লাগার সময় সিরিয়ায় সরকার বিরোধী এই আন্দোলন শুরু হয়েছিল।
20জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো নাগরিকদের উপর নির্বিচার আক্রমণ শুরু করার জন্য সরকারকে দায়ি করেছে।
21- Andrew Stroehlein (@astroehlein) July 30, 2014বিদ্রোহী দলগুলোকেও একই অভিযোগে দোষী করা হয়েছে।
22قصف الحكومة السورية للمدنيين بالبراميل المتفجرة في تحد واضح لقرار مجلس الأمن: توثيق أهم 650 موقع متضرر جديد.কিন্তু আসাদ সরকার বেশ অভাবনীয় উপায়ে ব্যারেল বোমা ব্যবহার করে যাচ্ছে।
23وقد دخلت المعركة الدامية للسيطرة على سوريا بين القوات الموالية للأسد والفصائل المعارضة لحكمه عامها الثالث في آذار، مسفرة عن مقتل أكثر من 170.000 شخص في النزاع والذي بدأ بمظاهرات مناهضة للحكومة خلال موجة مظاهرات الربيع العربي التي شملت المنطقة.ব্রাউন মোসেস ব্লগটি সিরিয়ান গৃহযুদ্ধটিকে বেশ কাছ থেকে পর্যবেক্ষণ করছে। টেসলা ল্যাবরেটরি ইনকর্পোরেশনের ক্ষেপনাস্ত্র প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ রিচার্ড এম.
24اتهمت منظمات حقوق الإنسان والمنظمات التابعة للأمم المتحدة الحكومة السورية بشنها لهجمات عشوائية على المدنيين وواجهت جماعات الثوار ذات الإتهامات إلا أن لنظام الأسد أسلوبه المميز في استخدامه للبراميل المتفجرة.লয়েড ২০১৩ সালের ডিসেম্বর মাসে ব্যারেল বোমা প্রযুক্তিটি পরীক্ষা নিরীক্ষা করেছেন। তিনি ব্যাপক পরিচিত ব্লগ ব্রাউন মোসেসে পোস্ট করেছেনঃ
25[…] সিরিয়ান ব্যারেল বোমা কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে, সিরিয়ার শহুরে এলাকাগুলোতে স্বল্প খরচে মারাত্মক আঘাত হানা।
26[…] আগে ব্যবহৃত এসব ব্যারেল বোমার ওজন প্রায় ১০০ থেকে ৩০০ পাউন্ডের (৪৫ থেকে ১৪০ কেজি) কাছাকাছি।
27درس مستشار تكنولوجيا الروؤس الحربية في مختبر شركة تسلا، ريتشارد إم.আর ব্যারেল বোমাতে আগুন জ্বালাতে প্রদীপের সলতে ব্যবহার করা হয়েছে।
28لويد، تكنولوجيا البرميل المتفجر في منشور نشره في كانون الأول عام 2013 على مدونة براون موزيز المشهورة والتي تتابع الحرب الأهلية في سوريا عن كثب، قائلًا:একটি চুরুট ব্যবহার করে সৈনিকেরা বোমার সলতেতে আগুন ধরানোর কাজটি করে থাকেন। কেননা ম্যাচের কাঠি বা লাইটারের আগুন বাতাসে নিভে যেতে পারে।
29[…] إن الهدف من برنامج القصف بالبراميل المتفجرة الذي يتبعه النظام السوري هو التسبب بأضراٍر مميتة ورخيصة للمناطق المدنية في سوريا.[…] একবার আক্রমণ চালানো এই বোমাটির সম্ভাব্য সফলতা শতকরা ৩৭. ৫ শতাংশ।
30[…] تبلغ أوزان البراميل المتفجرة السابقة مايقارب 100-300 رطل (مايعادل 45-140 كيلوغرام) وتشعل باستخدام الفتائل حيث يضرم الجندي النار بالفتيلة باستخدام سيجارة، إذ أن الريح قد تطفئ لهيب الولاعة او الكبريت.এর অর্থ হচ্ছে, সফলভাবে একটি বিস্ফোরণ ঘটাতে হলে পাঁচটি বোমা প্রয়োজন। […] গত বছরে সিরিয়ান সরকার ব্যারেল বোমাগুলোর আকার উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে।
31[…] إن إحتمالية الإصابة للقذيقة الواحدة تبلغ 37.5% مما يعني أنه لتحقيق انفجار ناجح يجب إطلاق خمس قذائف.একেকটি বোমাতে বিস্ফোরকের পরিমাণ ১০০ পাউন্ড থেকে বাড়িয়ে ২০০০ পাউন্ড (প্রায় ৯০০ কেজি) করা হয়েছে।
32[…] ضاعفت الحكومة السورية على مدى العام الماضي من أحجام البراميل المتفجرة من مئات الأرطال من المتفجرات الي 2000 رطل مايعادل 900 كيلوغرام.সিরিয়ানজিরো গ্রুপটি ইউটিউবে নিচের ভিডিওটি পোস্ট করেছে। ভিডিওটি আরবিতে অনূদিত এবং এতে ইংরেজী ভাষায় সংলাপ মুদ্রিত করা আছে।
33২০১৪ সালের জানুয়ারি মাসে আসাদের একটি হেলিকপ্টার যখন দারায়া শহরে একটি ব্যারেল বোমা নিক্ষেপ করেছিল, তখন সেই মুহূর্তটি ধারণ করে ভিডিওটি তৈরি করা হয়।
34ويظهر الفيديو أدناه الذي نشرته مجموعة SyrianZero على يوتيوب لحظة إلقاء طائرة عامودية تابعة لنظام الأسد لبرميل متفجرة على داريا في كانون الثاني 2014.পাথরের নিচে চাপা পরা একজন লোককে উদ্ধার করার কাজ ভিডিওটির একটি দৃশ্যে দেখানো হয়েছে।
35كما يظهر أيضًا محاولة لإنقاذ رجل عالق تحت الأنقاض وتوعد الثوار للأسد بالإنتقام، وقد تمت ترجمته باللغتين الإنكليزية والعربية.আরেকটি দৃশ্যে বিদ্রোহীদেরকে আসাদের প্রতি প্রতিশোধ নেয়ার হুমকি দিতে দেখা যায়।[
36[تحذير: يحتوي الفيديو على مشاهد عنيفة، لاينصح بمشاهدتها لمن هم تحت سن الثامنة عشر.]সতর্কবানীঃ এটি একটি জীবন্ত ভিডিও, দর্শকদের এ বিষয়ে সতর্ক থাকার উপদেশ দেয়া হল।]