Sentence alignment for gv-ara-20111030-14758.xml (html) - gv-ben-20111101-21030.xml (html)

#araben
1مصر: حبس المدون علاء عبد عبد الفتاح 15 يوماًমিসর: ব্লগার আলা আব্দ এল ফাত্তাহ ১৫ দিনের জন্য অন্তরীণ
2هذا المقال جزء من تغطيتنا الخاصة بثورة مصر 2011আমাদের এ পোস্টটি মিসর বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।
3صدر قرار بحبس المدون والناشط علاء عبد الفتاح 15 يوماً بعض رفضه التحقيق معه من قبل النيابة العسكرية، رفضاً لشرعيتها.সামরিক আইনজীবী কর্তৃক জিজ্ঞাসাবাদের বৈধতাকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদে অসম্মতি জ্ঞাপন করার কারনে সক্রিয়তাবাদী ও ব্লগার আলা আব্দ এল ফাত্তাহকে ১৫ দিনের জন্য অন্তরীণ রাখা হয়েছে।
4مثل علاء اليوم أمام النيابة العسكرية، مع الناشط بهاء صابر، مع تضامن العديد خارجها، منددين بالمحاكم العسكرية للمدنيين.তিনি আজ তাঁর সতীর্থ সক্রিয়তাবাদী বাহা সাবের কে সাথে নিয়ে সামরিক আইনজীবী সহযোগে আদালতে হাজির হন। এ সময় বাইরে তাঁর সমর্থকেরা সামরিক আদালতের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
5فمنذ 28 يناير / كانون الثاني، صدرت أحكام عسكرية لأكثر من 12 ألف مدني في مصر.২৮ জানুয়ারি থেকে মিসরে ১২,০০০-এরও বেশি বেসামরিক লোককে সামরিক আদালতে বিচার করা হয়েছে।
6نقل علاء عبد الفتاح إلى السجن بينما سيتم الإفراج عن بهاء صابر قريباً.আব্দ আল ফাত্তাহকে পরবর্তীতে কারাগারে স্থানান্তর হয় এবং সাবেরকে অবিলম্বে মুক্তির আদেশ প্রদান করা হয়।
7تعرض الناشطين للحبس في عام 2006 أيام في عهد نظام مبارك.হোসনী মুবারাকের শাসনামলে ২০০৬ সালেও এ দুই সক্রিয়তাবাদীকে গ্রেফতার করা হয়েছিল।
8يقول شريف عبد القدوس:শরিফ কুদ্দুস লিখেন:
9لا أصدق!@শরিফ কুদ্দুস: অবিশ্বাস্য।
10قرار بالحبس 15 يوم لعلاء وبهاء مما أدى إلا غضب العديد من المتضامنين بخارج النيابة.@আলা আর বাহাকে ১৫ দিনের অন্তরীণ আদেশ বাইরে তাঁদের সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
11بهاء صابر، على اليسار، وعلاء عبد الفتاح خارج المحكمة صباح اليوم.বাহা সাবের,বামে, এবং আলা আব্দ এল ফাত্তাহ আজ আদালতের বাইরে।
12تصوير شريف عبد القدوسছবি-শরিফ কুদ্দুস
13ينشر جمال عيد على حسابه في تويتر التهم القائمة ضد علاء وبهاء ومينا دانيال الذي قتل في مذبحة ماسبيرو في 9 أكتوبر / تشرين الأول:অক্টোবর ৯ তারিখে মাসপেরো গণহত্যায় নিহত আইনজীবী গামাল ঈদ আলা, বাহা ও মিনা ড্যানিএল-এর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে টুইট করেন। তিনি লিখেন [আরবি]:
14الاتهامات الموجهة للنشطاء: التحريض التجمهر والاستيلاء على سلاح للقوات المسلحة ، واتلاف منشأت عسكرية@গামালঈদ: সক্রিয়তাবাদীদের বিরুদ্ধে জমায়েতকে উত্তেজিত করার, সশস্ত্রবাহিনীর অস্ত্র ছিনিয়ে নেওয়া, সামরিক সরঞ্জামাদি ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে।
15ويضيف:তিনি বলেন:
16علاء سيف رفض التحقيق من النيابة العسكرية باعتبارها تابعة للجيش ، والجيش نفسه متهم في الجريمة وبالتالي لا يجوز لمتهم ان يحقق مع متهم أخر@গামালঈদ: সামরিক আইনজীবীর দ্বারা জিজ্ঞাসাবাদের বিষয়ে আলা সেইফ অসম্মতি জ্ঞাপন করেছেন কারন সামরিক আইনজীবী সামরিক বাহিনীর অংশ এবং সেনাবাহিনী নিজেই এ অপরাধের সাথে জড়িত। একজন অভিযুক্তের পক্ষে অন্য অভিযুক্ত পক্ষকে জিজ্ঞাসাবাদ করা অবৈধ
17وذكرت منى سيف أخت علاء:আলার বোন মোনা সেইফ লিখেন [আরবি]:
18علاء و بهاء موقفهم كان قوي لأنهم رفضوا يعترفوا بشرعية النيابة العسكرية@মোনাসোসঃ আলা এবং বাহার অবস্থান ভুল ছিল কারন তাঁরা সামরিক আইনজীবীর বৈধতাকে প্রত্যাখ্যান করেছে।
19ويتضامن محمد عبد الفتاح:মহামেদ আব্দেল ফাত্তাহ তাঁর প্রতিক্রিয়ায় জানান:
20أحيي شجاعة علاء بعد رفضه التحقيق معه من قبل النيابة العسكرية الذي يتهمها بالمسئولية في نفس التهم.@এমফাত্তাহ৭: @আলার সাহসকে অভিনন্দন কারন তিনি প্রকৃতপক্ষে সামরিক কতৃত্ব দ্বারা জিজ্ঞাসাবাদকে প্রত্যাখ্যান করার অপরাধে অভিযুক্ত হয়েছেন।
21يقول جوناثان رشاد:জোনাথান রাশাদ যোগ করেন:
22من سخرية القدر أن نرى علاء يواجه النيابة العسكرية في خريف 2011 بينما أخته منى تحارب محاكمة المدنيين عسكرياً منذ ربيع 2011.@জোনাথানরাশাদ: এটা এক ধরণের পরিহাস যে @ ২০১১ এর শীতে আলা সামরিক আদালতের মুখোমুখি হচ্ছেন আর অন্যদিকে তাঁর বোন @মোনাসোস ২০১১ এর বসন্তে সামরিক আদালতের বিরুদ্ধে লড়ছেন।
23ويسأل جوناثان موريمي:জোনাথন মরেমি প্রশ্ন করেন:
24ماذا عن الوعد بألا يحاكم المدنيين عسكرياً يا طنطاوي؟ هل كل ما يستطيعه المجلس العسكري هو الكذب؟@জোনাথনমরেম: বেসামরিক ব্যক্তিদের সামরিক আদালতে আর বিচার না করার প্রতিশ্রুতির কি হল, তানতাওয়ি?
25الحرية لعلاء ولا للمحاكمات العسكرية للمدنيين.যা বলেছ সব মিথ্যা #এসসিএএফ কি পারবে? #ফ্রিআলা #নোমিলট্রায়ালস
26وتنستنكر جيجي إبراهيم مع الكثيرين غيرها، أن يكون مينا دانيال من ضمن المتهمين:অন্য আরও অনেকের মত গিরি ইব্রাহিম ও লিভিড ড্যানিয়েল অভিযুক্ত হয়েছিলেন। তিনি টুইট করেন:
27@জিস্কয়ার৮৬: তারা মিনা ড্যানিয়েল কে হত্যা করেছে, তিনি নিহত আর তাঁরা তাঁকে “সহিংসতাকে প্ররোচিত” করার অভিযোগে অভিযুক্ত করছে?!!!
28قتلوا مينا دانيا وهو الآن ميت، وما زالوا يتهمونه بالتحريض على العنف؟#ডাব্লিউটিএফ#এসসিএএফ পাগল হয়ে গেছে যে সময়ে এ পোস্টটি প্রচারিত হচ্ছে সে সময়ে বাহা সাবেরকে তখনও জিজ্ঞাসাবাদ অব্যাহত ছিল।
29لقد جن المجلس العسكري!মোনা সেইফ টুইট করেন [আরবি]:
30حتى كتابة هذا المقال لم يكن بدأ التحقيق مع بهاء صابر:@মোনাসোসঃ: বাহা সাবের কে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর জিজ্ঞাসাবাদ এখন শেষ হয়নি।
31تقول منى سيف:আরও পাঠের জন্য
32মিসরীয় ব্লগারদের আদালতে তলবের বিষয়টি সামরিক আদালতে বিচারের বিপক্ষ প্রচারণায় নতুন ইন্ধন জুগিয়েছে
33بهاء صابر لسة التحقيق معاه مأخلصشআমাদের এ পোস্টটি মিসর বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।