Sentence alignment for gv-ara-20071018-212.xml (html) - gv-ben-20071022-343.xml (html)

#araben
1عيون عربيه: بعد فيس بوك يأتي هيت بوكআরবদেশ: ফেইসবুকের পরে হেইটবুক ফেইসবুকের সাফল্যের পরে এখন এসেছে হেইটবুক।
2بعد رواج موقع الفيس بوك, يأتينا الانترنت بصيحة جديدة وهي الهيت بوك.তিউনিসিয়া এবং ওমান থেকে দুই ব্লগার নতুন দুটি ওয়েবসাইট হেইটবুক ডট কম এবং হেইটবুক ডট অর্গ সম্পর্কে কি ভাবছে তা পড়ুন:
3في ما يلي اثنين من المدونين من تونس وعمان يكتبان عن الموقع الجديدস্লিপলেস ইন মাসকাটের সৌজন্যে হেইটবুক ডট কমের স্ক্রীনশট
4مصدر الصورة سليبلس ان مسقطতিউনিসিয়া:
5تونس : من تونس ، [إنكليزي] subzeroblue كتب ما يلي :তিউনিসিয়া থেকে সাবজিরো ব্লু ব্লগ হেইটবুক ডট অর্গ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছে:
6إن كان فيس بوك وجميع الشبكات الاجتماعية والمواقع التي على الانترنت لا تهمك؟ফেইসবুক এবং এধরনের অন্যান্য সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলি আপনার পছন্দের নয়?
7هل تفضل أن تترك وحيدا؟আপনাকে বরং একা থাকতেই ভাল লাগে?
8هل تشعر بأن الناس الذين تكرههم أكثر من الذين تحبهم؟আপনার কি মনে হয় আপনি যতজনকে পছন্দ করেন তার চেয়ে বেশি লোককে ঘৃণা করেন?
9إذا فان هيت بوك هو الموقع المناسب لك.তাহলে হেইটবুক ডট অর্গ সাইটটি আপনারই জন্যে তৈরি।
10انه أول موقع مضاد للتواصل الاجتماعي ويمكنك هناك أن تتواصل من كل من تكره. Subzeroblue كما يستعرض الموقع ويقول :এটি প্রথম এন্টি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেখানে আপনি যাদের ঘৃনা করেন এমন লোকদের সাথে যোগাযোগ রাখতে পারবেন।
11يمكنكم أن تنشروا هناك مواضيع للابتزاز وأيضا لتلفيق الأكاذيب.সাবজিরো ব্লু এই সাইটটি পর্যালোচনা করেছে এবং ব্যাখ্যা করেছে:
12كما يمكنكم الحصول على آخر الإشاعات عن أعدائكم وأصدقائكم, تحمل صور وأشرطة فيديو على موقع الكراهية التواصل مع أصحابكم, الحصول على نقاط كراهية من أشخاص يسكنون ويدرسون ويعملون من حولك.ব্ল্যাকমেইলের জিনিশপত্র আপলোড করুন অথবা মিথ্যা কথা প্রচার করুন, আপনার শত্রু এবং বন্ধুদের সম্বন্ধে বিভিন্ন গুজব ছড়িয়ে দিন, আপনার ঘৃনা প্রফাইল আপডেট করুন ছবি এবং ভিডিও দিয়ে।
13আপনার বন্ধুদের ট্যাগ করুন এবং ঘৃণা পয়েন্ট সংগ্রহ করুন আপনার আশপাশে অধ্যয়নরত অথবা কর্মরত লোকদের কাছ থেকে।
14ببساطه يا مكانك الاستيلاء على العالم.সহজভাবে গ্রহণ করুন জীবনকে ও বিশ্বকে…
15مظهر الهيت بوك ووظائفه تقارب الفيس بوك, ولكن بطريقه أكثر شيطانيه.হেইটবুক ফেইসবুকের মতই দেখতে ও একইভাবে কাজ করে কিন্তু এটি বেশী দুষ্টুমি ও শয়তানীতে পূর্ণ। এর রং আরও বেশি উগ্র, লাল।
16لون الموقع احمر وبيانات المشاركين تشتمل على ركن يسمي لماذا أنا أحسن منك وبدلا من البومات الصور توجد البومات الكراهية التي تتكون من صور وأوصاف أشخاص وأشياء تكرهها.ব্যবহারকারীর প্রোফাইলে অন্তর্ভুক্ত রয়েছে একটি বিভাগ যার নাম “আমি কেন তোমার চেয়ে ভাল!”। ছবির অ্যালবামের পরিবর্তে আপনি এখানে তৈরি করবেন “ঘৃনা এলবাম” যেখানে যাদের বা যেইসব জিনিষ আপনি ঘৃনা করেন সেসবের ছবি ও ঘৃণাপূর্ণ বিবরন থাকবে।
17عمان :ওমান:
18المدون العماني سليبلس إن مسقط [إنكليزي] يكتب عن موقع كراهية آخر يدعي هيت بوك أيضا ويقول:এদিকে মাসকাটে ওমানী ব্লগার স্লিপরেস ইন মাসকাট আরেকটি হেইটবুক সাইট খুঁজে বের করেছে। সে লিখেছে:
19كنت اقرأ الموقع العالمي للبي بي سي ووجدت هذا الخبر بالصدفة.এটি খুবই মজার। আমি বিবিসি ওয়র্ল্ড সার্ভিসের সাইট ব্রাউজ করছিলাম এবং দৈবাৎ এটি খুঁজে পেলাম।
20يبدو أن احدهم استثمر شعبيه الموقع الشهير فيس بوك الذي اقتنه أخيرا شركه غوغل وأطلق موقع شبيه ولكن للغرض المعاكس. هذا الموقع هو هيت بوكদৃশ্যত: কোনও একজন ফেইসবুকের (যাকে গুগল সম্প্রতি কিনে নিয়েছে) সেবার জনপ্রিয়তার উপর ভিত্তি করে একটি একই ধরনের কিন্তু বিপরীত উদ্দেশ্যের সেবা চালু করেছে হেইটবুক ডট কম।
21هل ستحظى ظاهره الهيت بوك بنفس الإقبال من قبل مستخدمي الإنترنت في الشرق الأوسط كما حصل من الفيس بوك؟মধ্যপ্রাচ্যের ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে হেইটবুক কি ফেইসবুকের মত জনপ্রিয় হবে?
22الوقت فقط سيجيب على هذا السؤال.কেবল সময় বলতে পারে। - আমিরা আল হুসাইনি