Sentence alignment for gv-ara-20120303-19230.xml (html) - gv-ben-20120304-23214.xml (html)

#araben
1العالم: تظاهرة عالمية ضد الديكتاتور السوريবিশ্ব: সিরিয়ার একনায়কের বিরুদ্ধে বিশ্ব জুড়ে এক মিছিল
2هذا المقال جزء من تغطيتنا الخاصة للثورة السورية.এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3في مارس/آذار 2011، عندما أخذ السوريون في النزول للشوارع مطالبين بالحرية والعدالة، كان من الصعب تخيل أنه وبعد مرور عام سيكون النظام قد قتل آلاف الأشخاص وعذب واعتقل آخرين.২০১১ সালের মার্চে যখন স্বাধীনতা এবং ন্যায়বিচারের দাবিতে সিরীয় নাগরিকরা রাস্তায় নামতে শরু করে তখন এটি কল্পনা করা কঠিন ছিল যে এক বছর পরে শাসকগোষ্ঠী হাজার হাজার জনগণকে হত্যা এবং অসংখ্য আরো অনেককে নির্যাতন ও গ্রেপ্তার করবে।
4تتعرض مدينة حمص للحصار منذ بداية فبراير/شباط وتعاني من هجوم غير مسبوق على جميع ساكنيها، إذ يتجاوز معدل عدد القتلى المئة قتيل يومياً (بالإنجليزية).ফেব্রুয়ারির শুরু থেকে হোমস্ শহর অবরুদ্ধ। এর গোটা জনগোষ্ঠীর বিরুদ্ধে এমন এক নজিরবিহীন কোঠর ব্যবস্থা চলছে যাতে প্রতিদিন ১০০ জন মৃত্যুবরণ করছে।
5بينما لما تتفق القوى العالمية على ضرورة بذل الضغوط على نظام الأسد، كان تضامن مواطني العالم مع السوريين في ازدياد ومن المتوقع أن يستمر هذا التضامن في حشد المزيد من المؤيدين الآن وبينما تقترب الذكرى الأولى على اندلاع الثورة السورية.আন্তর্জাতিক শক্তিগুলো আসাদ শাসকগোষ্ঠীর উপর চাপ সৃষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে একমত নয়। তবুও সিরীয় নাগরিকদের প্রতি বিশ্বের নাগরিকদের সংহতি বৃদ্ধি পাচ্ছে এবং সিরিয়ার বিপ্লব বার্ষিকীতে পৌঁছাতে পৌঁছাতে এটির প্রতি আরো সমর্থন যোগানোর সম্ভাবনা রয়েছে।
6تهدف مبادرة سُميت التظاهرة العالمية لأجل سوريا، لتشجيع الناس في مختلف أنحاء العالم للتظاهر في كل من الخامس والسادس والسابع عشر من مارس/آذار تضامناً مع نضال الشعب السوري.সিরিয়ার জন্যে গ্লোবাল মার্চ শীর্ষক উদ্যোগটির লক্ষ্য হল সারা বিশ্বের মানুষকে ১৫, ১৬ এবং ১৭ মার্চ সিরিয়ার জনগণের সংগ্রামের সমর্থনে রাস্তায় নিয়ে আসা।
7فكرة الحملة مشروحة في مقطع فيديو سُمّي “ضد طاغية” والذي ينتشر تداوله بكثافة عبر الإنترنت:“একটি একনায়কের বিরুদ্ধে” শীর্ষক ভিডিওটিতে প্রচারাভিযানটি ব্যাখ্যা করা হয়েছে। এটি অনলাইন ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে:
8تم التخطيط للتظاهر تضامناً مع سوريا في 16 مدينة وقائمة المدن المشاركة آخذة بالازدياد كل يوم.ইতোমধ্যেই ১৬টি শহরে সিরিয়া জন্যে মার্চের পরিকল্পনা করা হয়েছে এবং প্রতিদিনই তালিকাটি বাড়ছে।
9قام الناشطون بإنشاء صفحة للحدث على فيسبوك وضمنوها معلومات عن المسيرات المختلفة، حيث يشجعون فيها المواطنين حول العالم على الوقوف إلى جانب سوريا ضد القمع الذي تتعرض له:একটিভিস্টরা অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে সিরিয়ার নাগরিকদের পক্ষে দাঁড়ানোর জন্যে বিশ্বব্যাপী নাগরিকদের উৎসাহিত করতে বিভিন্ন মার্চের তথ্য দিয়ে একটি ফেসবুক ইভেন্ট তৈরি করেছে:
10مضى عام على بداية الثورة السورية.সিরিয়ার বিপ্লব শুরুর একটি বছর।
11عام على العنف ضد شعب مسالم. عام على سفك الدماء.শান্তিপূর্ণ বিক্ষোভ ও নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার একটি বছর।
12عام على مواقف الشجاعة والثبات أمام الشر والوحشية، لكن..রক্তক্ষয়ী একটি বছর। মহামন্দার বিরুদ্ধে সাহসী অবস্থানের একটি বছর।
13أخذ الشعب السوري عهدًا على نفسه على ألا يتوقف حتى يسقط هذا النظام المجرم, وحتى نيل الحرية والكرامة.কিন্তু সিরিয়ার জনগণ শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত, স্বাধীনতা ও মর্যাদা অর্জন না হওয়া পর্যন্ত, না থামার শপথ নিয়েছে।
14في يوم 17 - مارس / أذار - 2012 لنقف مع الشعب السوري ضد الظلم ولنتذكر الآلاف من الذين ضحوا بأرواحهم منذ 15- مارس / أذار - 2012.আসুন ১৫-১৭ মার্চ, ২০১২ অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে সিরিয়ার পক্ষে দাঁড়াই আর ১৫ মার্চ, ২০১১ সাল থেকে হাজার হাজার উৎসর্গিত জীবনকে এক মূহুর্ত স্মরণ করি।
15قائمة المدن المشاركة (بالإنجليزية) (يمكنك إضافة مدينتك عبر صفحة الفعالية على فيسبوك ومن خلال التعليق على هذا المقال) كالتالي:মিছিলের তালিকাটি (অনুগ্রহ করে আপনারটি ফেসবুক ইভেন্টে এবং এই পোস্টটির একটি মন্তব্য হিসাবে যোগ করুন) নিম্নরূপ::
16هذا المقال جزء من تغطيتنا الخاصة للثورة السورية.