Sentence alignment for gv-ara-20130527-29810.xml (html) - gv-ben-20130518-36523.xml (html)

#araben
1إيران: شخصية وهمية تترشح للانتخابات القادمةইরানের সব চেয়ে গ্রহণযোগ্য রাষ্ট্রপতি কি কোন কাল্পনিক চরিত্র
2زهرة مرشحة الرئاسة ٢٠١٣রাষ্ট্রপতি পদে যাহ্‌রা
3إن القبضة الحديدية لنظام الحكم الإيراني لن تسمح لأحد من مُرشحي المعارضة بالترشح في الانتخابات القادمة، مما أدى لظهور زهرة “شخصية خيالية في إحدى الروايات المعاصرة” كبطلة لخوض انتخابات حرة ونزيهة.রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীর প্রতি ইরানের শাসকদের লৌহ মুষ্টি বিন্দুমাত্র শিথিল হয়নি। তবে ভার্চুয়াল জগতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সেরা বলে বিবেচিত হয়ছে নতুন এক গ্রাফিক উপন্যাসের চরিত্র [ছবিতে উপন্যাসের কাহিনী তুলে ধরা]।
4سجل مئاتُُ من الإيرانيين الطامحين أنفسهم كمرشحين للانتخابات القادمة أملاً في استبدال رئيسهم الحالي أحمدي نِجاد في انتخابات ١٤ يونيو/ حزيران ٢٠١٣، وسيقوم مجلس صيانة الدستور بتحديد قائمة مُختصرة بالمُرشحين للانتخابات القادمة فعلياً.মাহমুদ আহমাদিনেজাদের পরিবর্তে রাষ্ট্রপতি হবার লক্ষ্যে ইরানের আশাবাদী শত শত নাগরিক, ১৪ জুন ২০১৩ তারিখের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করেছে ।
5ইরানের রক্ষণশীল গার্ডিয়ান কাউন্সিল এখন প্রার্থীর এই তালিকা থেকে কয়েকজনকে বেছে নেবে, যারা মূলত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
6زهرة تترشحরাষ্ট্রপতি পদে যাহ্‌রা
7كثير منا مازال يذكر المظاهرات التي اندلعت عقب انتخابات ٢٠٠٩، موقع مُتحدون من أجل إيران كان سبباً في نشر سلسلةٍ من الرسومات الكوميدية تحت مُسمى جنة زهرة، ومن ثم أطلق الحملة الافتراضية زهرة مرشحة الرئاسة لانتخابات ٢٠١٣ بُغية إظهار فساد إيران للعالم بواسطة السخرية.২০০৯ সালের নির্বাচনের পর যে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল অনেকে এখনো সে কথা স্মরণ করতে পারে। ইউনাইটেড৪(ফর)ইরান নামক একটি একটিভিস্ট ওয়েবসাইট এবং ধারাবাহিক ওয়েব কমিক সাইট যাহরা প্যারাডাইজ মিলে এক ভার্চুয়াল প্রচারণা শুরু করেছে যার নাম ২০১৩ সালের রাষ্ট্রপতি পদে যাহরা, যা কিনা বিদ্রূপের মাধ্যমে ইরানের রাজনৈতিক দুর্নীতি উন্মোচন করছে।
8زهرة هي بطلة رواية خيالية يختفي ابنها ذو التسعة عشر ربيعاً بعد مشاركته في مظاهراتٍ أعقبت نتيجة انتخابات ٢٠٠٩. يمكن متابعة تطورات الحملة الأسبوعية على لوحة القراءة على موقع Vote4zahra.orgযাহ্‌রা হচ্ছেন এই গ্রাফিক উপন্যাসের মূল চরিত্র,যার সন্তান মেহেদি ২০০৯ সালে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে অংশগ্রহণ করার পর থেকে নিখোঁজ।
9رسالة الحملة الافتراضية:ভোট৪(ফর)যাহ্‌রা.
10অর্গ নামক ওয়েব সাইটে সাপ্তাহিক ভাবে যাহরার বার্তা ছাপা হয়।
11في عام ٢٠٠٩ اتجهت زهرة وعائلتها وغيرها كثيرٌ من الإيرانيين إلى الشوارع للمطالبة بانتخابات حرةٍ ونزيهة، برغم القمع الوحشي إلا أن إيران لم تنس حلمها بربيع الديمقراطية والكرامة والعدالة.এখানে তার ভার্চুয়াল প্রচারণার বার্তা তুলে ধরা হল: ২০০৯ সালে, লক্ষ লক্ষ ইরানী নাগরিকের সাথে যাহ্‌রা এবং তার পরিবার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাস্তায় নেমে আসে।
12নির্মমভাবে দমন করা সত্ত্বেও ইরান বসন্তের প্রতিশ্রুতি ছিল-গণতন্ত্র, মর্যাদা এবং ন্যায়বিচার-যা এখনো ইরান থেকে অনেক দূরে।
13وها هي زهرة اليوم تترشح للرئاسة، وتحمل معها أملاً بيومٍ جديد، انضموا لها، دعونا نسترجع إيراننا الحبيبة.যাহ্‌রা এবার রাষ্ট্রপতি নির্বাচনে অংশ গ্রহণ করছে এক নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে, আসুন আমরা তার সাথে যোগ দেই।
14الحق في انتخابات نزيهة وحرةআসুন আমরা আমাদের সেই ইরনাকে আবার জিতিয়ে আনি।
15অবাধ এবং নিরপেক্ষ এক নির্বাচনের অধিকার
16قام العديد من الناس حول العالم بما فيهم الإيرانيون بمشاركة صورهم على فيسبوك من أجل جنة زهرة.যাহ্‌রা প্যারাডাইজের ফেসবুকের পাতায় ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা তাদের ছবি আপলোড করেছে ।
17حملة زهرة في إيرانইরানে যাহরার প্রচারণা
18نشر البعض صوراً مرفقة بشعار بسيط لكن لا أمل في أن يتحقق: “لدي الحق في في انتخابات حرة ونزيهة”.ফেসবুকের এই পাতায় কেউ কেউ খুব সাধারণ, কিন্তু অর্জন করা কঠিন এমন এক স্লোগান পোস্ট করেছে, আর তা হচ্ছে “ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অংশ নেওয়া আমার অধিকার।”
19فيروزة محمودي عضو مؤسس بـ “متحدون من أجل إيران.”ফিরুজেহ মাহমোউদি, ইউনাইটেড৪(ফর)ইরান-এর অন্যতম প্রতিষ্ঠাতা।
20زهرة لم تنس المدونينযাহ্‌রা, ব্লগারদের ভুলে যায়নি
21যাহ্‌রা উল্লেখ করেছে যে নিরাপত্তা বাহিনী ব্লগার, সাংবাদিক এবং তাদের পরিবারের লোকজনদের জেলে দিয়েছে এবং এদের উপর অত্যাচার চালিয়েছে।
22تقول زهرة بأن قوات الأمن سجنت وعذبت العديد من المدونين والصحفيين وعائلاتهم.ব্লগারদের জন্য যাহ্‌রার প্রচারণা যাহরার প্রচারণা আমাদের এক বেদনাদায়ক সত্যের কথা মনে করিয়ে দেয়।
23حملة زهرة للمدونين
24تذكرنا حملة زهرة بحقيقة مُرة حدثت قبل أربعة أعوام حيث آمن كثير من الإيرانيين بفكرة التغيير وأعطوا أصواتهم لمرشحين حقيقيين، بل ضحى البعض منهم بحياته، واليوم تبدو زهرة ذات الشخصية الوهمية المرشح الأنسب للبعض.চার বছর আগে লক্ষ লক্ষ ইরানি নাগরিক পরিবর্তনে বিশ্বাস করে, সত্যিকারের একজন প্রার্থীর পক্ষে ভোট দেয়। এমনকি এদের মধ্যে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে।
25এখন এমন এক কার্টুন চরিত্রের আবির্ভাব ঘটেছে, কারো কারো কাছে যে কিনা সবচেয়ে আকর্ষনীয় প্রার্থী।