Sentence alignment for gv-ara-20120821-24591.xml (html) - gv-ben-20120810-29882.xml (html)

#araben
1مصر: أحمد شفيق ينفي تعيينه في دولة الإمارات العربية المتحدة على تويترমিশর: টুইটারে আহমেদ শফিকের আরব আমিরাতে নিযুক্তি অস্বীকার
2لجأ رئيس الوزراء المصري السابق أحمد شفيق لتويتر للرد على ما وصفه ب “الشائعات” حول تعيينه مستشارا لرئيس دولة الإمارات العربية المتحدة.প্রাক্তন মিশরীয় প্রধানমন্ত্রী আহমেদ শফিক আরব আমিরাতের রাষ্ট্রপতির একজন উপদেষ্টা হিসেবে তার নিয়োগ যাকে তিনি “গুজব” বলছেন সেই সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে টুইটারের আশ্রয় নিয়েছেন।
3كتب على تويتر العديد من مستخدمى الانترنت خبرا يعلن تعيين شفيق .অনেক নেটাগরিক শফিকের নিয়োগের ঘোষণা সংক্রান্ত একটি সংবাদ কাহিনী টুইট এবং পুণঃটুইট করেছে।
4شفيق، الذي كان اخر وزير للرئيس السابق المصري حسني مبارك، خدم للفترة من يناير\كانون الثاني 31، 2011، إلى مارس\آذار 3، 2011، في ذروة الثورة المصرية.মিশরীয় বিপ্লব তুঙ্গে থাকার সময় শফিক প্রাক্তন মিশরীয় রাষ্ট্রপতি হোসনি মুবারকের ৩১শে জানুয়ারি থেকে ৩রা মার্চ, ২০১১ পর্যন্ত শেষ প্রধানমন্ত্রী ছিলেন।
5وهو أيضا المرشح السابق للرئاسة المصرية.তিনি মিশরীয় রাষ্ট্রপতি পদেরও একজন সাবেক প্রার্থী ছিলেন।
6على تويتر، حارب شفيق عودة هذه الشائعات قائلا:টুইটারে শফিক গুজবগুলোর মোকাবেলা করতে গিয়ে বলেছেন [আরবী]:
7@ahmedshafikeg: ليس صحيحا أبدا ما ذكرته إحدى الصحف أنني مستشار لدولة الإمارات.@আহমেদশফিকইজি: “সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে আমি সংযুক্ত আরব আমিরাতের একজন উপদেষ্টা - সেটা সত্য নয়।
8هذه إشاعة ليس لها أساس من الصحة, فأنا لن أعمل بالسياسة إلا داخل وطني مصرএটি একটি ভিত্তিহীন গুজব। আমি আমার দেশ মিশর ছাড়া অন্য কোথাও রাজনীতিতে লিপ্ত হবো না।”
9تم إعادة تغريد نفيه هذا 1360 مرة حتى الآن.তার অস্বীকৃতি এ পর্যন্ত ১,৩৬০বার পুণঃটুইট হয়েছে।
10صورة لتغريدة أحمد شفيق، نافياً الشائعات حول تعينه مستشاراً لرئيس الإمارات العربية المتحدةসংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হওয়ার গুজব অস্বীকার করে শফিক আহমেদের টুইটের স্ক্রিনছবি
11تلقت الصحفية المصرية ريم عبد اللطيف الخبر الأصلي عن تعيين شفيق بالإنكار:মিশরীয় সাংবাদিক রিম আব্দেললতিফ শফিকের নিয়োগ মূল খবরটি অবিশ্বাসের সঙ্গে গ্রহণ করেছেন:
12وفقا لجريدة الشروق، فقد تم تعيين المرشح السابق لانتخابات الرئاسة المصرية أحمد شفيق مستشارا لرئيس الإمارات العربية المتحدة.@রিম _আব্দেললতিফ: #শরুক এর ভাষ্যমত সাবেক #মিশরীয় রাস্ট্রপতি পদপ্রার্থী আহমেদ #শফিক সংযুক্ত আরব আমিরাতের রাস্ট্রপতির উপদেষ্টা নিযুক্ত হয়েছেন।
13هل ذلك ممكن حتى؟এটা কী কখনো সম্ভব?
14يسخر محمد ضياء:মোহামেদ দিয়া কৌতুক করেছেন:
15أحمد شفيق هو المستشار لقمع أي احتجاجات مقبلة في دولة الإمارات العربية المتحدة@মোহামেদদিয়া: #আরব আমিরাতে আসন্ন যে কোন বিক্ষোভ দমন করার জন্যে একজন উপদেষ্টা হলেন শফিক আহমেদ
16ويقول الصحفي بيل ترو المقيم في القاهرة :এবং কায়রোভিত্তিক সাংবাদিক বেল ট্রু বলেছেন:
17@বেলট্রু: এটা আমাকে মধ্যপ্রাচ্যের শান্তিদূত হিসেবে [যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি] ব্লেয়ারের কথা মনে করিয়ে দেয় এমটি @ওমনিয়াআলদেসুকি: শুরুক: আহমেদ #শফিককে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির একজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে
18أتذكر [ رئيس الوزراء البريطاني السابق توني] بلير كمبعوث سلام في الشرق الأوسطকাতার থেকে এসরা আল মেফতাহ বিদ্রূপাত্মকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন:
19ومن قطر تسخر إسراء المفتاح @esra2qtr:بس لا يعينون ريئس الوزراء السوري المنشق مستشار الامير عندنا بعد@এসরা২(টু)কিউটিআর: আমি আশা করি তারা দলত্যাগী সিরিয়ার প্রধানমন্ত্রীকে এখানকার আমিরের [শাসক] একজন উপদেষ্টা হিসেবে নিয়োগ করবে না
20أعلنت الاخبار امس ان رئيس الوزراء السوري السابق رياض فريد حجاب انشق ، مما دفع تعليق آلمفتاح بأنه قد يسعى للحصول على وظيفة في الدولة الغنية بالنفط.গতকাল সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী রিয়াদ ফরিদ হিজাবের দলত্যাগের ঘোষণা সম্পর্কে প্রচারিত সংবাদের উপর আল মেফতাহ'র মন্তব্যটি থেকে মনে হয় তিনি তেলসমৃদ্ধ রাজ্যটিতে হয়তো একটি চাকরি খূঁজছেন।