Sentence alignment for gv-ara-20110410-10530.xml (html) - gv-ben-20110412-17033.xml (html)

#araben
1মিশরঃ ব্লগারের গ্রেফতার হওয়ার ঘটনা প্রকাশের বিষয়ে প্রচার মাধ্যমের ভূমিকা নিয়ে বিতর্ক
2এই প্রবন্ধটি মিশর বিপ্লব ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের আংশ।
3৩১ মার্চ-এ, সাংবাদিক এবং ব্লগার সরাহ কার, মাইকেল নাবিল সানাদ-এর বিরুদ্ধে সামরিক আদালতে উপস্থাপন করা বিচার সম্বন্ধে জানতে চেয়ে নীচের টুইটটি করে।
4مصر: نقاش حول دور الإعلام في تغطية اعتقال أحد المدونين২৮ মার্চে ব্লগার নাবিলকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।
5في 31 مارس / آذار، كتبت الصحفية والمدونة سارة كار على تويتر تتساءل عن مجريات المحاكمة العسكرية للمدون مايكل نبيل سند.তার বিরুদ্ধে একই সাথে সামরিক বাহিনীকে অপমান এবং তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করার[আরবী ভাষায়] অভিযোগ আনা হয়।
6وكان مايكل نبيل قد تعرض للاعتقال في منزله في 28 مارس، ووجهت إليه اتهامات “بإهانة الجيش” ونشر معلومات مغلوطة عنه.@সারাহকার:@মাইকেলনাবিলের সামরিক আদালতে হাওয়া বিচার সম্বন্ধে কি কোন সংবাদ রযেছে, ঠিক বর্তমানে যে বিচারটি অনুষ্ঠিত হবার কথা?
7ইতোমধ্যে, অনেক টুইটার ব্যবহারকারী স্থানীয় প্রচার মাধ্যমের প্রতি নাবিলের বিচারকে/ ঘটনাকে উপেক্ষা করার অভিযোগ আনে, এবং তারা মিশরীয় অন-টিভির উপস্থাপককে অনুরোধ জানায় যেন (ইয়োসির ফোউদা) সে এই ঘটনার উপর নজর দেয়।
8هل هناك أي أخبار عن المحاكمة العسكرية لمايكل نبيل التي يفترض أنها تجري الآن؟ফোউদা এরপর সিদ্ধান্ত নেয় তার অবস্থানকে বিস্তারিত বর্ণনা করার সিদ্ধান্ত নেন।
9في نفس الوقت كتب العديد من مستخدمي تويتر متهمين الإعلام الرسمي بتجاهل قضية مايكل نبيل وبدأوا في مطالبة مذيع ON-TV (يسري فودة) بالقاء بعض الضوء على القضية، عندئذ قرر يسري فودة توضيح موقفه.@ইয়োসিরফোউদা: দয়া করে আমাকে কাউকে মুক্ত করার দাবি জানাতে বলবেন না। আমি কোন বিচারক নই; আমি একজন সাংবাদিক এবং এমনকি আমি তাদের অভিযোগ কি তাও জানি না।
10@YosriFouda: أرجوكم لا تطلبوا مني المناداة بإطلاق سراح أحد، لست قاضياً، أنا صحفي ولا أعرف حتي التهم الموجهة إليهم، أصلحوا بلدكم أولاً.দয়া করে আগে আপনার রাষ্ট্র কোনটি তা ঠিক করুন। এরপর একজন টিভি উপস্থাপক হিসেবে ফোউদার সাথে কার এক বিতর্ক শুরু করার সিদ্ধান্ত নেন।
11عندها قررت سارة الدخول معه في نقاش حول دوره كمذيع تليفزيوني.@সারাহকার: @ইয়োসিরফোউদা, আপনাকে তাদের মুক্তির দাবী করতে হবে না।
12أنت لست مطالباً بالمناداة بإطلاق سراح أحد، فقط استضف في برنامجك من يقوم بهذا.আপনার অনুষ্ঠানে এমন একজনকে এই দায়িত্ব দিন, যে এই দাবী করবে।
13فالأمر يستحق معرفة التهم الموجهة إليهم. وشارك آخرون في الحوار.@সারাহকার: @ইয়াসিরফোউদা, এটা হয়ত কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠনের যোগ্য।
14نحن نريد إلقاء بعض الضوء على قضيته على الأقل، فهناك تعتيم إعلامي غير مفهوم حول هذا الموضوع.টুইটারের অন্য ব্যবহারকারীরাও এই বিতর্কে যোগ দিয়েছে।
15عندما قلت “أصلحوا أمور بلدكم” هل يعني هذا أنك لست واحداً منا؟@আমারবাসিউনি:@সারাহকার:@ইয়োসিরফোউদা, হ্যাঁ, আমাদের #মাইকেলনাবিলের ঘটনাকে অন্তত সবার সামনে তুলে ধরা উচিত।
16في حين اتفق آخرون مع يسري فودة.এই বিষয়ে সংবাদ মাধ্যম নিরব রয়েছে, কেন?
17@আদহাম মোস্তফা: : @ইয়োসিরফোউদা: যখন আপনি বলেন যে: আপনার রাষ্ট্রটিকে আগে ঠিক করুন” তখন কি আপনি আমাদের একজন নন???
18يسري فودة، أحسنت، اتفق معك كلياً.এদিকে অন্য অনেকে ফোউদার সাথে একমত না হয়ে পারেনি।
19يسري فودة، أكن لك احتراما كبيراً، وأداؤك الصحفي الذي يتسم بالمهنية نادر هذه الأيام، بارك الله فيك :)@ডিআরজি০১: @ইয়োসিরফোউদা: ভালো বলেছেন, একমত না হয়ে পারলাম না। @নিওফ্লাক্স: @ইয়োসিরফোওদা, আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি।
20واستمر فودة في محاولة توضيح موقفه وتوضيح دور الإعلام من وجهة نظره.আপনি একজন পেশাগত সাংবাদিক , যখন এ ধরনের সাংবাদিকরা অনেক দুর্লভ ছিল, তখন আপনি ছিলেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক
21ফোউদা এরপর তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে তার অবস্থান এবং প্রচার মাধ্যমের ভূমিকা সর্ম্পকে আরো বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
22ظن البعض أن قناة الجزيرة قادرة على تحرير القدس، والآن يظن البعض أن قناة أون تي في قادرة على إشعال ثورة، ليس بإمكان هذه القنوات أن تفعل أي شئ حتى يتحرك الناس أولاً.@ইয়োসিরফোউদা: অনেকে মনে করে যে আল জাজিরা নামক টিভি চ্যানেলটি জেরুজালেমকে স্বাধীন করতে পারে। তারা এই বিষয়ে ততক্ষণ কোন সাহায্য করতে পারে না, যতক্ষণ জনগণ নিজেদের সাহায্য করে না।
23يجب أن يتم توجيه هذا الغضب بشكل إيجابي في إتجاه آخر وليس في إتجاه الأصدقاء.@ইয়োসিরফোউদা: এটা হতাশজনক এবং ইতিবাচকভাবে অন্য কোথাও চাপ দিতে হবে, বন্ধুদের উপর নয়।
24অবশেষে, টিভির উপস্থাপক ইয়োসির ফোউদার বাইরে যে ফোউদার টুইটারে উপস্থিতি রয়েছে, কেন টুইটার ব্যবহারকারিরা সরাসরি সে ইয়োসির ফোউদার প্রতি রাগান্বিত , আন্দ্রে ফারেস সে ব্যাপারে নিজস্ব যুক্তি করেছেন।
25في النهاية وبعيداً عن كون يسري فودة أحد المذيعين القلائل المتواجدين على تويتر، لدى أندريه فارس مبرراته الخاصة لهذا الهجوم على يسري فودة تحديداً على تويتر، فوضح فارس أن هذا النقد الموجه إليه نابع من إحترام الناس له.এছাড়াও ফারেস পরিস্কার করেন, তারা ফোউদার সমালোচনা করছেন, কারন তারা আসলে তাকে সম্মান করেন। @আন্দেস ফারেসঃ: @ইয়োসির ফোউদাঃ আমরা আপনাকে শ্রদ্ধা করি।
26আমি নিশ্চত যে আপনি তা জানেন।
27يسري فودة، نحن نحترمك، وأنا على ثقة من معرفتك بهذا، ولكنك تعرف أيضاً أننا غاضبون لعدم ذكر هؤلاء المعتقلين كما لو كان لا أحد يعلم.কিন্তু আপনি আরো জানেন যে আমরা ক্ষুব্ধ। কারন কেউ, গ্রেফতার হওয়া এই ব্যক্তির কথা উল্লেখ করছে না, যেন তারা এ বিষয়ে কিছুই জানে না।