Sentence alignment for gv-ara-20131023-31483.xml (html) - gv-ben-20131022-39590.xml (html)

#araben
1إلغاء زيارات المعتقلين السعوديين والقبض على ذويهمসৌদি কারাবন্দীদের সাক্ষাৎ বাতিল, পরিবারের সদস্যরা গ্রেপ্তার
2في اعتصام 16 أكتوبر / تشرين الأول.গত ১৬ অক্টোবরের অবস্থান সমাবেশ।
3من تصوير yasser939393 على تويتر.ছবিঃ ইয়াসির ৯৩৯৩৯৩
4ঈদুল আযহা'র [১৫অক্টোবর] ছুটির সময় কিছু কিছু সৌদি কারাগারে কারা বন্দীদের তাঁদের আত্মীয় স্বজনের সাথে দেখা করার অনুমতি দেয়া হয়েছে।
5أثناء عطلة عيد الأضحى، 15 أكتوبر / تشرين الأول الماضي، يسمح لأهالي المسجونين في سجون معينة في السعودية بالزيارة.কিন্তু এই বছর ছুটির দিনের বেশীর ভাগ সাক্ষাতের সময় বাতিল করে দেয়া হয়।
6ألغيت معظم هذه الزيارات هذا العام مما أدى إلى غضب العديد من العائلات.এতে করে বন্দীদের পরিবারের সদস্যদের মাঝে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
7বিচারহীনভাবে দণ্ডপ্রাপ্তদের বিষয়টি এই গোড়া রাজতন্ত্রে ইতিমধ্যে অন্যতম একটি উত্তপ্ত মানবাধিকার ইস্যুতে পরিনত হয়েছে।
8مشكلة الاعتقال السياسي بالفعل من أكثر المشاكل إثارة للجدل في مجال حقوق الإنسان في الملكية المطلقة، وتذكر مصادر حقوقية مستقلة أن هناك أكثر من 30 ألف معتقل معتقل سياسي، معظمهم معتقل في ظل الحرب على الإرهاب بعد 9/11.স্বাধীন মানবাধিকার সূত্র মতে, বিচারহীন ভাবে কারাবন্দী অবস্থায় থাকা লোকের [আরবি] সংখ্যা ৩০ হাজারেরও বেশী। তাঁদের বেশিরভাগই ৯/১১ পরবর্তী সময়ে “সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ” কালীন সময়ে গন গ্রেপ্তারের শিকার।
9এসব বন্দীদের কোন গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা হয় এবং কোন আইনজীবী ও বিচারের দ্বারস্থ হওয়ার অধিকারও তাঁদের নেই।
10وكانت عمليات الاعتقال تجري بدون مذكرة قضائية وبدون حق الوصول لمحامي وبدون محاكمة عادلة.এরকম একটি পরিবারের সদস্য ইয়াসের আল-আয়াফ। তিনি সাক্ষাতের কথা টুইট করেছেনঃ
11واحد من أهالي المعتقلين، ياسر العياف، غرد خبرته: اليوم زيارة المعايدة لوالدي ..আজ ঈদ উপলক্ষে আমার বাবার সাথে দেখা হতে পারে।
12الجوير يقول عبدالله متغير “يقصد ابوي” وعدنا من حيث اتينا دون زيارة (وعلى قدر المضالم تأتي الدعوة) - ياسر عبدالله العياف (@yasser939393) October 16, 2013আল-জুর [কারারক্ষী] বলেছেন, আমার বাবা আব্দুল্লাহ অন্য কোথাও গেছেন। আমরা তাঁর সাথে দেখা করতে না পেরেই ফিরে এলাম..
13في أغسطس / آب الماضي، اعتقل والد ياسر وقضى في السجن سبع سنوات بدون محاكمة، ثم أفرج عنه بأمر من القاضي، لكن لم ينفذ وزير الداخلية أمر الإفراج:ইয়াসিরের বাবাকে সাত বছর আগে কোন বিচার ছাড়াই গ্রেপ্তার করা হয়। গত আগস্ট মাসে একজন বিচারক তাঁর বাবার নামে একটি মুক্তির আদেশ জারি করেন।
14اللهم لك الحمد حتى ترضى صدور امر افراج لوالدي قبل دقائق من الأن ..কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই আদেশটি বাস্তবায়ন করেনিঃ
15- ياسر عبدالله العياف (@yasser939393) August 27, 2013আল্লাহকে অশেষ ধন্যবাদ।
16غردت مهاء الضحيان، زوجة عبد الله العياف:আমার বাবার মুক্তির আদেশটি কয়েক মিনিট আগে ইস্যু করা হয়েছে।
17مر يوم العيد بلا اتصال من ز وجي واليوم موعد الزيارة وطال الانتظار فاقبلوا علينا ليخبرونا انه لا زيارة اليوم…!!আব্দুল্লাহ আল- আয়াফের স্ত্রী মাহা আল-ধুহায়ান টুইট করেছেনঃ আমার স্বামীর কোন কল ছাড়াই আমাদের ঈদ কেটেছে।
18#عيد_المعتقلين - مهاء الضحيان (@cczz9000) October 16, 2013আজ তাঁর সাথে আমাদের দেখা হওয়ার কথা ছিল।
19قرر الأهالي بناء على منعهم من زيارة ذويهم اعتصاماً قصيراً في اليوم الثاني من العيد، 16 أكتوبر / تشرين الأول.কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি। অবশেষে আমাদের জানানো হয়েছে, আমরা সাক্ষাৎ করতে পারবো না!
20বন্দীদের সাথে দেখা করার অনুমতি না দেওয়ায় পরিবারের সদস্যরা ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ ১৬ অক্টোবর তারিখে একটি সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেন।
21পুলিশ বাহিনী তাঁদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং তাঁরা কোন প্রতিক্রিয়া জানায়নিঃ
22প্রায় ছয় ঘন্টা হয়ে যাচ্ছে, অথচ কেউ কোন প্রতিক্রিয়া জানাচ্ছে না!
23قامت الشرطة بعمل كردون أمني بتحويطهم بدون الرد عليهم:তাহলে আপনারা আমাদের কেন বলেছিলেন যে, আমরা দেখা করতে পারবো ?
24من ست ساعات ولارد احد !অবস্থান কর্মসূচিটির একটি ভিডিও চিত্র আপলোড করা হয়েছে।
25طيب ليش تواعدوننا بزيارات ؟ pic.twitter.com/SAKEpWx9fk - ياسر عبدالله العياف (@yasser939393) October 16, 2013সেখানে একটি ছোট বাচ্চা সমস্বরে [আরবি] বলছেঃ “জনগণ কারাবন্দীদের মুক্ত করতে চায়”! https://www.youtube.com/watch? v=c5gcx_cDOdI
26في أحد مقاطع الفيديو المرفوعة عن الاعتصام، يهتف طفل صغير: “الشعب يريد تحرير السجون!”স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা নাগাদ তাঁরা স্থান ত্যাগের সিদ্ধান্ত নেয়ঃ
27وفي السابعة مساء بالتوقيت المحلي قرر الأهالي مغادرة الاعتصام:আল-তারফিয়া [জেল] - এ অবস্থানকারী অংশগ্রহণকারীরা চলে গেছে।
28تفرق المشاركون في #اعتصام_الطرفية بعد وقوف بعضهم لقرابة ٨ساعات ليعايدوا أقاربهم ولم يلاقواسوى قسوة قلوب المباحث وفضاضة السنهم #عيد_المعتقلينতাঁদের কেউ কেউ আত্নীয়স্বজনদের সাথে দেখা করতে প্রায় আট ঘন্টার মতো সেখানে অবস্থান করেছেন।
29কিন্তু সেখানে অবস্থান করে তাঁরা শুধু গোপন পুলিশের হৃদয়হীনতারই প্রমান পেয়েছেন।
30এর পরের দিন অর্থাৎ ১৭ অক্টোবর তারিখে তাঁরা আরো একবার সাক্ষাতের দাবি নিয়ে ফিরে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
31তাঁদেরকে গভর্নরের দপ্তরে যেতে বলা হয়েছে।
32- المناصرون (@almonaseron) October 16, 2013মাহা আল-ধুহায়ান টুইট করেছেনঃ
33اليوم الثاني على التوالي مرابطة من اجل اتصال او زا يارة بلا جدوى واﻵن توجهنا الى الأمارة عسى الله ان يحدث بعد ذلك فرجا #عيد_المعتقلين - مهاء الضحيان (@cczz9000) October 17, 2013আজ দ্বিতীয় দিনের মতো আমরা একটি অবস্থান কর্মসূচীর একটি সারিতে বসেছি। আমরা একটি সাক্ষাৎ বা একটি ফোন কল পেতে চাই।
34غردت ريما الجريش، وزوجها أيضاً معتقلاً سياسياً:এখন আমরা গভর্নরের দপ্তরের দিকে যাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হোন।
35রিমা আল-জুরিশের স্বামীও বিচারহীনভাবে কারাবন্দী আছে।
36عاااجل اعتقال جميع الشباب و اختفاء كامل للنساء لانعلم عن النساء شي ذويهن يتصلون بهم ولا يوجد رد #عيد_المعتقلين - ريما الجريش (@twit_rima) October 17, 2013তিনি টুইট করেছেনঃ ভিতরে ঢোকার সাথে সাথেঃ সব তরুণদের গ্রেপ্তার করা হল এবং সব মহিলারাও হারিয়ে গেলো।
37تحدثت تقارير عن اعتقال 15 طفلاً:আমরা মহিলাদের ব্যাপারে কিছুই জানি না।
38لا يزال ١٥ طفل من (أسرة الحربي و العياف و الضحيان) يعتقلون في سجون القصيم ، كانوا في الطريق لزيارة آبائهم في سجن مباحث الطرفية - اعتقال (@e3teqal) October 17, 2013তাঁদের আত্মীয়স্বজনেরা তাঁদেরকে ফোন করেছেন, কিন্তু কোন উত্তর পায়নি। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায়, ১৫ টি শিশুকেও গ্রেপ্তার করা হয়েছেঃ
39منعت زيارة العيد عن بعض المعتقلين منذ البداية، مثل حالة الناشط الحقوقي هود العقيل، والذي اعتقل في مارس / أذار الماضي:পনেরটি শিশুকে (শিশুরা আল-হারবি, আল-আয়াফ ও আল-ধুহায়ানের পরিবারের সদস্য) এখনও বন্দী করে রাখা হয়েছে।
40তাঁরা যখন তাঁদের বাবাদের সাথে দেখা করতে আল-তারফিয়া জেলে যাচ্ছিল, তখন তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
41কয়েকজন কারাবন্দীকে একেবারে শুরু থেকেই ঈদ সাক্ষাৎ করতে দেয়া হয় না।
42إدارة سجن الحاير تحرمنا من زيارة هود ومعايدته رغم اتصالاتنا ومطالبتنا المستمرة #عيد_المعتقلين - خولة العقيل (@khawlah20) October 18, 2013যেমন, মানবাধিকার সক্রিয় কর্মী হুদ আল-আকেল। তাঁকে গত মার্চ মাসে আবারো গ্রেপ্তার করা হয়েছেঃ
43ক্রমাগতভাবে আমরা ফোন করা ও দাবি জানানো সত্ত্বেও আল-হায়ের জেলীর প্রশাসন হুদের সাথে আমাদের দেখা করতে দেয়নি।