# | ara | ben |
---|
1 | صور: خمس قصص عن اللاجئين السوريين | ছবিঃ সিরিয় শরনার্থীদের নিয়ে পাঁচটি ছোট গল্প |
2 | هذا المقال جزء من تغطيتنا الخاصة عن “البقاء على قيد الحياة في سوريا” | এই পোস্টটি আমাদের বিশেষ কভারেজ “সিরিয়ায় বেঁচে থাকা”র একটি অংশ। |
3 | | সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্রমাগতভাবে সিরিয়ার নাগরিকদের হত্যা করতে থাকায় যখন সারা বিশ্ব বেশ খুশি বলে মনে হচ্ছে, তখন আন্তর্জাতিক গণমাধ্যম, পত্রিকা, ব্লগ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং শৌখিন ও পেশাদার ফটোগ্রাফাররা ২০ লক্ষ সিরিয় শরনার্থীর (২০১৩ সালের অক্টোবর মাসের আনুমানিক হিসাব) গল্প এবং দু:খ যাতনা দিয়ে ইন্টারনেট সঞ্চারিত করছেন। |
4 | في حين يبدو العالم سعيداً بمواصلة الرئيس السوري بشار الأسد قتل السوريين، تابعت وسائل الإعلام الدولية والصحف والمدونات وشبكات التواصل الاجتماعية والمصورين الهواة والمحترفين نشر قصص بؤس مليوني لاجيء سوري (الرقم التقديري لعام ٢٠١٣) على الفضاء الإلكتروني. | তা সত্ত্বেও এই পোস্টটি “সিরিয়ার বাইরে বেঁচে থাকা” হিসেবে বিবেচনা করা উচিৎ। কিন্তু এটি সিরিয়াতে বেঁচে থাকা, শিরোনামের আমাদের বিশেষ কভারেজের একটি অংশ হিসেবে বিবেচিত হবে। |
5 | ربما من المناسب تسمية هذا المقال “البقاء على قيد الحياة كلاجىء خارج سوريا” لكنه سيكون جزء من تغطيتنا الخاصة “البقاء على قيد الحياة في سوريا” حتى يتسنى لنا الوقوف على مساهمة وسائل الإعلام الإجتماعية في تغطية الصراع في سوريا. | সিরিয় দ্বন্দ্বের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের অবদান তুলে ধরার জন্য এই পোস্টটি প্রকাশ করা হয়েছে। এই পোস্টটির জন্য প্রতিবেশী দেশগুলোতে সিরিয়ার জনগণের যুদ্ধে সাহসিকতার কথা উল্লেখ করতে বেশ কিছু ছবি বাছাই করা হয়েছে। |
6 | | সিরিয়ার শিশু এবং নারীরা তাদের আবাসস্থল ও পরিবার থেকে দূরে থাকার কারণে যেসব অন্ধকার, কঠিন এবং বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে, সেসব ছবির মাধ্যমে ব্যাখ্যা করার জন্যই এই আয়োজন। |
7 | رصدت العديد من الصور -التي اختيرت لتنشر مع هذا المقال- السوريون في دول اللجوء لتوضح حالة البؤس القاسية التي يكابدها الأطفال والنساء بعيداً عن بيوتهم وعائلاتهم إضافة للعواقب السيئة لمصير بعض اللاجئين السوريين في المجتمعات التي تستضيفهم كالاعتداءات على اللاجئين السوريين في تركيا عقب تفجيرات الريحانية ناهيك عن محنة الفتيات اللاجئات. | সিরিয়ার শরণার্থীরা যেসব সমাজে গিয়ে আশ্রয় নিয়েছে, সেখানে আবার তারা নানান দুর্ভাগ্যের শিকার হচ্ছে। তুরস্কে রেয়হানলি বোমা বিস্ফোরণের পর সিরিয় শরনার্থীরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়, অবশ্যই তা সিরিয়ার উদ্বাস্তু মেয়েদের দুর্দশার কথা উল্লেখ করতে নয়। |
8 | القصة ١: | গল্প ১: |
9 | | প্রায় ৩ বছরের দীর্ঘ দ্বন্দ্বের সময়টাতে সিরিয়ার যেসব শরনার্থী লেবাননে পালিয়ে গিয়েছে,তাদের ছবিগুলো ফটোজার্নালিজমাস সামাজিক যোগাযোগের মাধ্যম টাম্বলারে পোস্ট করেছে। |
10 | نشر Fotojournalismus على موقع تمبلر صور للاجئين السوريين -الذين فروا من مناطق القتال منذ مايقرب من ثلاث سنوات- في لبنان الذي تحول بدوره ليصبح ملاذاً للعدد الأكبر منهم. | তাদের একটি বৃহত্তম অংশেরই বাড়ি এখন লেবানন। সিরিয়ার উদ্বাস্তুদের এই বিশাল অভ্যন্তর মুখী প্রবাহকে লেবানন সামলাচ্ছে। |
11 | لبنان الذي بات يتعامل اليوم مع تدفق هائل للاجئين السوريين حيث وصلت نسبتهم إلى٢٠-٢٥٪ من مجموع السكان. | সিরিয়ার শরণার্থীদের এই সংখ্যা আজ লেবাননের মোট জনসংখ্যার শতকরা ২০-২৫ ভাগ। |
12 | يقول الكاتب: | লেখক লিখেছেনঃ |
13 | في حين لا يوجد أية بيانات رسمية عن عدد الأطفال والبالغين الذين يعملون في شوارع لبنان فإن الأعداد تقدر ما بين ٥٠ إلى ٧٠ ألف. | লেবাননের রাস্তাগুলোতে ঠিক কতসংখ্যক শিশু এবং প্রাপ্তবয়স্ক কাজ করছে, তাঁর কোন দাপ্তরিক উপাত্ত নেই। হিসাব মতে, এই সংখ্যাটি ৫০ হাজার থেকে ৭০ হাজার হতে পারে। |
14 | يمكن ملاحظة أعداد من الأطفال والبالغين عند كل تقاطع في الأحياء الغنية في بيروت بغرض التسول أو البحث في مكبات النفايات أو العمل بتلميع الأحذية. | বেইরুতের বিত্তবানদের জেলাগুলোর প্রায় প্রতিটি অলিগলিতে শিশু এবং প্রাপ্তবয়স্কদের ভিক্ষা করতে, আবর্জনাতে বিভিন্ন জিনিস খুঁজতে অথবা পথচারীদেরকে জুতা পালিশের প্রস্তাব দিতে দেখা যাচ্ছে। |
15 | فتاة سورية تبيع القداحات في حي للأثرياء في بيروت. المصدر: fotojournalismus على موقع تمبلر. | একজন সিরিয় বাচ্চা মেয়ে বৈরুতের একটি বিত্তবান শহরে লাইটার বিক্রি করছে। |
16 | تنشر بموجب CC BY 2.0 | সূত্রঃ টাম্বলারে ফটোজার্নালিজম। |
17 | القصة ٢: | গল্প ২: |
18 | تحت عنوان “زوجات الثورة السورية” كتبت تانيا حبجوقة وصفاً مختصراً لواحدة من صورها العشر المنشورة: | “সিরিয় বিপ্লবের স্ত্রীরা” শিরোনামের অধীনে তানিয়া হাবজোকা তাঁর ১০ টি ছবির মধ্যে যে কোন একটি নিয়ে সংক্ষেপে একটি বর্ণনা লিখেছেনঃ |
19 | أم سليمان، ٢٦ عاماً، انتقلت وحدها مع أطفالها الأربعة (بما فيهم الرضيع) من سوريا إلى العراق من ثم إلى الأردن، لم يكن لديهم طعام يكفي طيلة الرحلة. | ২৬ বছর বয়সী উম্মে সুলেইমান একা তাঁর চার সন্তানকে (একজন কোলের শিশু সহ) নিয়ে হেঁটে সিরিয়া থেকে ইরাক এবং সবশেষে জর্ডান যাবেন। এই সফরে তাদের সাথে কোন খাবার নেই। |
20 | بقي زوجها في سوريا للقتال. | তাঁর স্বামী যুদ্ধে যোগ দিয়ে দেশে থেকে গেছেন। |
21 | المصدر: 5 Cents a Pound على موقع تمبلر، تنشر بموجب CC BY 2.0 | সূত্রঃ টাম্বলারে পাঁচটি সেন্ট একটি পাউন্ড। সিসি বাই ২. |
22 | وأضافت: | ০ এর অধীনে ব্যবহৃত |
23 | بعيداً عن الخطوط الأمامية، تكافح النسوة -اللاجئات الآن في الأردن- من أجل إعالة أسرهن على الرغم من الإمكانيات المادية المحدودة. | তিনি আরো লিখেছেন সামনের সারি থেকে এই নারীরা এখন অনেক দূরে - এখন জর্ডানে শরনার্থী - আর্থিক ভাবে নিঃস্ব হওয়া সত্ত্বেও তাদের পরিবারকে সাহায্য করতে সংগ্রাম করছে। |
24 | | শুধুমাত্র তাদের স্বামীদের ফোন কল পেলেই কেবল তাদের প্রাত্যহিক জীবনের এই ক্লান্তিকর রুটিনে ব্যঘাত ঘটে। |
25 | الاتصال بأزواجهن هو الشيء الوحيد الذي يكسر روتين حياتهن اليومية ويغذي أملهم بلم الشمل والعودة لحياتهم الزوجية. | উগ্র লিখিত বার্তা পেয়ে আবার মিলিত হওয়ার অলীক কল্পনা পুনরায় এই বিয়েগুলোতে প্রেমের শিহরণ ঢেলে দিতে পারে। |
26 | القصة ٣: | গল্প ৩: |
27 | | মাইকেল ডেভিড ফ্রিবার্গ তাবমেলরে একটি ছবি পোস্ট করেছেন। |
28 | نشر مايكل ديفيد فرايبيرغ على حسابه على موقع تمبلر صورة لشباب يلعبون كرة القدم في مخيم الزعتري للاجئين الذي يضم (حتى تاريخ ٤ تموز، يوليو ٢٠١٣) ١٤٤ ألف لاجئ تقريباً، مما يجعله رابع أكبر مدينة أردنية بالنسبة لعدد قاطنيه. | সে ছবিতে বিশাল জাতারি শরনার্থী শিবিরে সিরিয়ার শিশুরা ফুটবল খেলছে। হিসাব মতে (৪ জুলাই, ২০১৩ পর্যন্ত), শিবিরটিতে ১ লক্ষ ৪৪ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়া হয়েছে। |
29 | شباب سوريون يلعبون كرة القدم على مشارف مخيم الزعتري للاجئين في الأردن. | এই বিপুল জনসংখ্যা এটিকে জর্ডানের চতুর্থ বৃহত্তম শহরে পরিনত করেছে। |
30 | تموز، يوليو ٢٠١٣. المصدر: مايكل ديفيد فرايبيرغ على موقع تمبلر. | গত জুলাই, ২০১৩ তে জর্ডানের জাতারি শরণার্থী শিবিরের বাইরে সিরিয় লোকেরা ফুটবল খেলছে। |
31 | تنشر بموجب CC BY 2.0 | সূত্রঃ মাইকেল ডেভিড ফ্রিবারগ। |
32 | القصة ٤: | গল্প ৪: |
33 | | শান্তিকে একটি সুযোগ দিন নামে টাম্বলারে একজন সিরিয় কর্মী তারেকের এই ছবিটি শেয়ার করেছেন। |
34 | إعط فرصة للسلام على موقع تمبلر قام أيضاً بنشر صورة لطارق، العامل السوري الذي فر إلى اليونان. | তিনি গ্রিসে পালিয়ে গেছেন। ৪৬ বছর বয়সী তারেক একজন বেকার সিরিয় চিত্রশিল্পী। |
35 | طارق، ٤٦ عاماً، دهّان عاطل عن العمل من سوريا، يظهر من خلال انعكاس صورته على المرآة حيث يقيم في معمل مهجور في أثينا، اليونان. | একটি ছাউনির ভিতরে একটি আয়নায় তাকে প্রতিবিম্বিত করা হয়েছে। গ্রিসের এথেন্সে একটি পরিত্যক্ত কারখানায় তিনি বসবাস করেন। |
36 | المصدر: إعط فرصة للسلام على موقع تمبلر. | সূত্রঃ শান্তিকে একটি সুযোগ দিন। |
37 | تنشر بموجب CC BY 2.0 | সিসি বাই ২. ০ এর অধীনে ব্যবহৃত |
38 | القصة ٥: | গল্প ৫: |
39 | على أمل العودة!. | আশা করি ফিরে আসবো! |
40 | صورة تحكي قصة ثلاثة أولاد يقفون بانتظار الحافلة التي تقل اللاجئين من مخيم الرعتري في الأردن إلى سوريا | এই ছবিটিতে তিনজন সিরিয় ছেলের গল্প বলা হয়েছে। তারা তিনজন বাসের জন্য অপেক্ষা করছে। |
41 | | জর্ডানের জাতারি শরণার্থী শিবির থেকে সিরিয় শরণার্থীদের এই বাসটি সিরিয়াতে ফিরিয়ে নিয়ে যায়। |
42 | أربع حافلات تغادر المخيم يومياً. | প্রতিদিন ৪ টি বাস ছেড়ে যায়। |
43 | الناس تعود لأسباب متنوعة لكن معظمهم يفضل العودة إلى سوريا على البقاء في الزعتري حيث الأوضاع فيه متقلبة للغاية. | লোকজন নানা কারণে সিরিয়ায় ফিরে যায়। তাদের বেশিরভাগই জাতারিতে বসবাসের চেয়ে বরং সিরিয়াতে বসবাসের আরেকটি সুযোগ নিতে চায়। |
44 | | যেহেতু বাসে ধারণ ক্ষমতার চেয়ে বেশী পরিমানে লোকজন জাতারি ছাড়তে চাচ্ছে, তাই প্রতিদিন এই পরিস্থিতি অবিশ্বাস্যভাবে আরো নিয়ত পরিবর্তনশীল হয়ে উঠছে। |
45 | هناك أعداد متزايدة من الناس الذين يحاولون المغادرة كل يوم. | লোকজন এঁকে অপরের ওপর চড়ে বসছে এবং খোলা জানালা টপকে ভিতরে ঢুকে যাচ্ছে। |
46 | شرطة مكافحة الشغب تراقب الناس وهم يتدافعون بعنف من أجل الولوج إلى تلك الحافلات حتى عن طريق النوافذ. | তাই পরিস্থিতি সামলাতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। |
47 | المصدر: مايكل ديفيد فرايبيرغ على موقع تمبلر. | সূত্রঃ টাম্বলারে মাইকেল ডেভিড ফ্রিবার্গ। |
48 | تنشر بموجب CC BY 2.0 | সিসি বাই ২. ০ এর অধীনে ব্যবহৃত |