Sentence alignment for gv-ara-20110225-8964.xml (html) - gv-ben-20110206-15367.xml (html)

#araben
1العالم العربي: جدول الثورةআরব বিশ্ব: বিপ্লবের সময়সূচি
2تعد هذه المقالة جزء من تغطيتنا الخاصة باحتجاجات مصر 2011এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ
3نشر جدول الثورة العربية حالياً على شبكة الإنترنت مع تواريخ مبدئية لثورات محتملة في السودان، سوريا، الجزائر، ليبيا والمغرب.সুদান, সিরিয়া, আলজেরিয়া লিবিয়া এবং মরক্কোতে সম্ভাব্য বিপ্লবের বিষয়টি চিন্তা করে অনলাইনে আরব বিশ্বের বিপ্লবের সময়সূচি ঘোষনা করা হয়েছে।
4فيما يلي تواريخ تلك الثورات: 30 يناير (ما زال الطلاب السودانيين يجوبون شوارع الخرطوم في مسيرات)، 5 فبراير، 12 فبراير، 13مارس على التوالي.তারিখগুলো হলো, ক্রমান্বয়ে ৩ জানুয়ারি (ইতোমধ্যেই সুদানি ছাত্ররা খার্তুমের রাজপথে মিছিল করেছে), ৫ ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি এবং ১৩ মার্চ।
5همس البعض حول إمكانية كون 14 فبراير هو التاريخ المبدئي لثورة البحرين وهناك تويتات عن تغيرات في السعودية وباقي العالم العربي.বাহরাইনের টুইটারে কানাঘুষা চলছে যে, ১৪ ফেব্রুয়ারি দিনটি হবে বাহরাইনের বিপ্লবের সম্ভাব্য দিবস। আর টুইটারের আলোচনা অনুযায়ী, সৌদী আরবসহ অন্যান্য আরব বিশ্বেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
6بعد تونس والتي فاجأت العالم كان السؤال الذي يدور في جميع الأذهان: هل يمكن تكرار الإطاحة بديكتاتور في أي دولة أخرى؟তিউনিশিয়ার পর অন্যান্য দেশে এভাবে স্বৈরশাসকদের পতন ঘটানো সম্ভব হবে কি না - এ প্রশ্ন অনেকের মনেই ছিল।
7بعدها بعشرة أيام طالب شباب مصر لأول مرة باصلاحات اقتصادية وسياسية والآن يطالبون بمحاكمة الرئيس حسني مبارك الذي حكم مصر لمدة ثلاثين عاماً.দশদিন পর মিশর জেগে উঠে, সেখানে বিক্ষোভকারীদের প্রথমে দাবি ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার, আর এখন তা হোসনি মুবারকের ত্রিশ বছরের শাসনের অবসানের দাবিতে পরিণত হয়েছে।
8تتراوح ردود الأفعال على تويتر بين عدم التصديق إلى التضامن الكامل مع التغيير ويتمنى البعض أن تصل الثورة لبلادهم.টুইটারে প্রাপ্ত আলোচনায় যেমন পরিবর্তনের বিষয়ে অবিশ্বাস ছিল তেমনি পরিবর্তনের পক্ষে কেউ কেউ একাত্ম ছিল।
9অনেকে আবার তাঁর দেশে এ রকম গণজাগরণের ঢেউ জাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
10لذا فهذة المحادثة يتشارك فبها مستخدمو الإنترنت من العالم بأسره: يقول @ewilke على تويتر:আলোচনাটি ছিল আন্তর্জাতিক, এ ব্যাপারে সারা বিশ্ব থেকে টুইটার ব্যবহারকারীরা তাঁদের মতামত প্রদান করে।
11بجد ,جدول!؟@ইউইলকি টুইট করেছে:
12على تويتر . جدول الثورة العربية:@ইউইলকি: সত্যি, বিপ্লবের উপর একটা সময়সূচি তৈরি করা হয়েছে!?
13টুইটারে আরব বিশ্বের বিপ্লবের সময়সূচি:সুদান #জান৩০, সিরিয়া#ফেব০৫, আলজেরিয়া#ফেব১২, লিবিয়া#ফেব৩০# মরোক্কো#মার্চ১৩
14ويضيف @martinchulov:@মার্টিনচুলোভ এর সাথে যোগ:
15يستخدم الناشطون تويتر لتحديد مواعيد الثورة بعد مصر . فهناك اليمن 3 فبراير، سوريا 5 فبراير، الجزائر 12 فبراير - “جدول الثورة العربية.”@মার্টিনচুলোভ: অ্যাকটিভিস্টরা টুইটার ব্যবহার করে মিশর পরবর্তী ‘আরব বিপ্লবের সময়সূচি' দাঁড় করিয়েছেন এভাবে - ইয়েমেন ৩ ফেব্রুয়ারি, সিরিয়া ৫ ফেব্রুয়ারি, আলজেরিয়া ১২ ফেব্রুয়ারি,
16يمزح @kyaw_kt:@কাইওয়া_কেটি ঠাট্টা করে বলেন:
17“جدول الثورة العربية “؟@কাইওয়া কেটি “আরব বিপ্লবের সময়সূচি”?
18ياله من تحفيز!কতই না উদ্দীপনামূলক!
19ويسخر يوفين ريدلي:ইভোন রিডলি মন্তব্য করেছেন:
20ليس فقط مبارك من لا يريد أن يشاهد ما يحدث في ميدان التحرير بل ينضم إليه جميع القادة العرب الذين لا يرغبون أن ترى شعوبهم الثورة المصرية.@ইভোনরিডলি: কেবল #মুবারক একমাত্র ব্যক্তি নয়, যে তাহরির স্কোয়ারে টিভি চ্যানেলের উপস্থিতি পছন্দ করে না, অন্য সকল আরব নেতারাও চায় না যে, তাদের জনগণ #মিশরের এই বিপ্লবের উপর চোখ রাখুক।
21يتفق معه @hamish6PM قائلاً:#ইজিপশিয়ান রেভোলিউশন
22هل من الممكن أن يكون هناك موقف مؤثر أكثر من رؤيه الآف الرؤوس تنحني في آن واحد للصلاة في ميدان التحرير؟এবং হামিশ৬পিএম একমত: @হামিস৬পিএম: আরব বিপ্লবের আর কি কোনো উল্লেখযোগ্য প্রতীকের প্রয়োজন আছে, যখন স্বাধীনতা চত্তরে হাজারো মানুষের মাথা প্রার্থনায় নত ছিল?
23وفي نفس الوقت مازالت تدق طبول الثورة ويتردد صداها في المنطقة:# মিশর#জান… ইতোমধ্যেই বিপ্লবের ঢাকের আওয়াজ এ অঞ্চলে ছাড়িয়ে পড়েছে:
24سيروا يا عرب في حشود مثل المصريين -- فلابد من رحيل الطغاة!@লোস্ট্রোনাট১: মিশরীয়দের অনুকরণে হাঁটতে শুরু করা--- স্বৈরশাসককে অবশ্যই যেতে হবে।
25وعلى الرغم من عدم وجود تاريخ مبدئي للسعودية في تقويم الأحداث، هناك الكثير من رسائل تويتر التي تدعو للتفكير والتأمل:যদিও বিপ্লবের সময়সূচির ক্ষেত্রে সৌদি আরবে কোন তারিখ নির্ধারিত হয়নি, তবে টুইটার, এই বিষয়ের উপর আলোচনা ভরে আছে। মেকিংস্কট: রিটুইট@আহমেদ খান০১ সৌদি আরব, আমি মনে করি- একসময় সেখানকার শাসকদেরও পতন হবে, আশা করি।
26أعتقد أن السعودية ستسقط قريباً أو هذا ما أتمناه.বিপ্লব কখনোই ততটা সুন্দর বা সহজ নয়, শীঘ্রই আমরা এখানেও একটা বিপ্লব দেখতে পাব। ;-)
27فالثورة ليست سهلة أبداً وقد نثور قريباً.@মেডোরস: আরটি@সাগিব্বাসভেন্টকো।
28قد أتخيل أن تتواجد الولايات المتحدة في ثورة سوريا وإيران أو أي مكان آخر.আমি কল্পনা করছি যে যুক্তরাষ্ট্র নামক দেশটি সিরিয়া, ইরান, অথবা অন্য কোথাও এক বিপ্লব কামনা করছে।
29والآن العراق، السعودية أو أماكن أخرى؟এখন ইরাক, সৌদি আরব, অথবা অন্য কোন স্থানে বিপ্লব ঘটতে যাচ্ছে?
30ثورة في السعودية؟@সালিমাগুল: @গোল্ডেনরক্স৭৭।
31ألا يكون هذا جميلاً؟সৌদি আরবে বিপ্লব!! বিষয়টি ততটা মধুর হবে না!
32دعنا نبدأ من باكستان وصولاً للسعودية: دعونا نكون أحراراً.আসুন আমরা পাকিস্তান থেকে সৌদি আরব পর্যন্ত #বিপ্লব কামনা করি।
33بينما ينظر آخرون للحقائق المريرة:আসুন আমরা নিজেরা মুক্ত হই#ইজিপ্ট
34أعمار الحكام العرب :السعودية 87، مصر 83، الكويت 82، العراق 74، الجزائر 78، عمان 71، ليبيا 69، اليمن 69، السودان 67.অন্যরা কঠোর বাস্তবতার দিকে নজর দিয়েছে: @কিডসহ্যাভরাইটস২: আরটি@থারওকলামস: আরব শাসকদের বয়স: সৌদি আরব ৮৭, মিশর ৮৩, কুয়েত ৮২, ইরাক ৭৮, আলজেরিয়া ৭৪, ওমান ৭১, লিবিয়া ৬৯, ইয়েমেন ৬৯, সুদান ৬৭#রেভলিউশন।
35وعلى الرغم من استبعاد البحرين من الجدول الأصلي ما زال تاريخ 14 فبراير يتلقى المزيد من المناقشة والتعليقات:বাহরাইন নিজেও বিপ্লবের এই মূল সময়সূচিতে অর্ন্তভুক্ত ছিল না। কিন্তু #ফেব১৪ নামক হ্যাশট্যাগ, টুইটারে নানা আলোচনা এবং মন্তব্য আকর্ষণ করেছে:
36الرابع عشر من شباط(فبراير) 2011 هو يوم الغضب في البحرين!@ট্রুথউইটনেস: ১৪ফেব্রুয়ারি ২০১১ #বাহরাইনের জন্য এক বিপজ্জনক দিন।
37فلتبدأ الثورة http://www.youtube.com/watch?#বিপ্লবকে শুরু হতে দিন http://www.youtube.com/watch?
38v=1zYw89v7g0Uv=1zYw89v7g0U#মিশর#জান২৫
39وطبقا للتقويم فإن سوريا هي القادمة ولكن من تحدثت إليهم من الشعب السوري قد قلل من شأنها.এই সময়সূচি অনুসারে, বিপ্লবের পরবর্তী লক্ষ্য সিরিয়া। কিন্তু সিরিয়ার নাগরিকদের সাথে যখন আমি কথা বলি, তখন তারা এটিকে নাকচ করে দেয়।
40وهذه مجموعة من ردود الأفعال من سوريا:এখানে সিরিয়া থেকে আসা কিছু প্রতিক্রিয়ার নির্বাচিত অংশ:
41تم تعزيز الأمن في المدن السورية كما تضاعف عدد أفراد الجيش الذين يقومون بحماية أفرع الأمن استعداداً ليوم الخامس من فبراير.@এসওয়াই০ফ্রি: সিরিয়ার শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হয়েছে। নিরাপত্তা চৌকিগুলোতে নিরাপত্তার রক্ষীর সংখ্যা দ্বিগুণ করে ফেলা হয়েছে।
42الشعب في سوريا هل أنتم مستعدون للخامس من فبراير؟তারা #ফেব০৫ এর জন্য তৈরি হচ্ছে। @হামাউই: #সিরিয়ার জনতা কি এখনই #ফেব০৫-এর জন্য তৈরি??
43أتمنى ذلك http://on.fb.me/fRuGkCআমি তেমনটাই আশা করি :s ==> http://on.fb.me/fRuGkC
44وفي نفس الوقت تتواصل الأخبار حول زيادة القلق في ليبيا واليمن والأردن التي قام ملكها بتعيين رئيس وزراء جديد.ইতোমধ্যে, লিবিয়া,ইয়েমন এবং জর্ডানে অস্থিরতা ছড়িয়ে পড়ার সংবাদ আসতে শুরু করছ। জর্ডানের বাদশাহ ইতোমধ্যে সে দেশে একজন নতুন প্রধান মন্ত্রী নিয়োগ করেছে।