Sentence alignment for gv-ara-20150403-37344.xml (html) - gv-ben-20150407-48131.xml (html)

#araben
1حجب مواقع البحث والأخبار مع تصاعد الصراع في اليمنসংঘর্ষ বাড়তে থাকলে ইয়েমেনে সংবাদ ও তালাশ ওয়েবসাইটগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে
2الصفحة الرئيسية لموقع صوت اليمن المحجوب.ভয়েস ইয়েমেন-এর হোমপেজ, একটি সেন্সর আরোপ করা সংবাদ সাইট।
3أُخذت الصورة في 30 مارس / آذار 2015.এর স্ক্রীনটি নেয়া হয়েছে ৩০শে মার্চ ২০১৫ তারিখে।
4بعد أيام فقط من بدء السعودية لشنها الهجمات الجوية على اليمن في سعي إقليمي لاستعادة السيطرة من المتمردين، حَجَب أكبر مزود للإنترنت في اليمن (يمن نت) عدة مواقع إخبارية وإعلامية مهمة.হুথি বিদ্রোহীদের কাছ থেকে নিয়ন্ত্রণ ছিনিয়ে নেবার একটি আঞ্চলিক প্রচেষ্টায় ইয়েমেনের উপর সৌদি আরবের বিমান আক্রমণ শুরু করার মাত্র কিছু দিন পরেই ইয়েমেনের সর্ববৃহৎ ইন্টারনেট সেবাদানকারী ইয়েমেন নেট বেশ কয়েকটি সংবাদ ও গণমাধ্যম ওয়েবসাইট বন্ধ করে রেখেছে বলে প্রতিয়মান হয়।
5أدانت الأمم المتحدة بشدة سيطرة الحوثيين على وسائل الإعلام الرسمية في يناير / كانون الثاني.হুথিরা জানুয়ারী মাসে রাষ্ট্রীয় গণমাধ্যম এর নিয়ন্ত্রণ গ্রহণ করে, যে কাজটিকে জাতিসংঘ খুব দৃঢ়ভাবে নিন্দা জানিয়েছে।
6وتعد هذه إحدى أولى الحالات الموثقة للرقابة الواسعة على الإنترنت في اليمن منذ أن أطاح الحوثيون بحكم رئيس الدولة ومجلس الوزراء في يناير / كانون الثاني.এটি লিপিবদ্ধ করা প্রথম ঘটনাগুলোর একটি যেখানে জানুয়ারী মাসে বিদ্রোহীরা জাতীর রাষ্ট্রপতি এবং মন্ত্রীসভাকে উচ্ছেদ করার পর থেকে এরকম ব্যাপক-আকারে অনলাইনের উপর সেন্সর আরোপ করা হলো।
7نشرت جمعية الإنترنت-اليمن نداءات على حسابهم على فيسبوك وتويتر يدعون فيها متابعيهم لتحديد المواقع التي تم حجبها، ويبدو أن المواقع الإخبارية بما فيها مأرب الإخبارية وصوت اليمن والصحافة نت والصحوة نت واليمن بريس محجوبة حتى كتابة هذا التقرير.ইয়েমেনের ইন্টারনেট সোসাইটির স্থানীয় পরিচ্ছেদ (আইএসওসি) তাদের ফেসবুক ও টুইটার হিসাবে অনুসারীদেরকে আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছে যেন তারা যে যে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না সেগুলোকে চিহ্নিত করে। এপর্যন্ত, মারেব প্রেস, ইয়েমেন ভয়েস, সাহাফা নেট, আল-সাওয়া নেট এবং ইয়েমেন প্রেসসহ সংবাদের সাইটগুলোকে বন্ধ হিসেবে পাওয়া গেছে।
8هل تم حجب موقعك أو موقعا تتصفحه في #اليمن ؟ইয়েমেনে আপনার ওয়েবসাইট বা আপনি সাধারণত যে ওয়েবসাইট পরিদর্শন করেন তা বন্ধ হয়েছে কি না?
9يرجى الرد بكتابته أو مراسلتنا على contact@isoc.ye #Yemen #عاصفة_الحزم فضلا ريتويتএই পোস্টের উপর আপনার মতামত দিয়ে বা contact@isoc.ye-তে ইমেইল-এর মাধ্যমে আমাদেরকে অনুগ্রহপূর্বক জানান।
10- جمعية الإنترنت-اليمن (@ISOC_Yemen) March 26, 2015বন্ধ করা সাইটের অনেকগুলোতেই হুথিদের সম্পর্কে সমালোচনামূলক বক্তব্য রয়েছে।
11تحوي العديد من المواقع المحجوبة نقدًا موجهًا للحوثيين، فقد نشرت اليمن بريس ومأرب بريس تقارير متعددة عن انتهاكات الحوثيين لحقوق الإنسان.ইয়েমেন প্রেস এবং মারেব প্রেস মাউথিদের নেতৃত্বে মানবাধিকার লঙ্ঘনের উপর বেশ কয়েকটি প্রতিবেদন করেছে। অন্যান্যদের কোন নির্দিষ্ট সাংবাদিকতা বা রাজনৈতিক পরিচিতি নেই।
12أما المواقع الأخرى فليس لديها توجهات سياسية أو صحفية معينة، ومن الأمثلة عليها الصحافة نت وهو محرك بحث يعمل تلقائيًا على جلب المحتويات الإخبارية من جميع المواقع اليمنية الكبرى وقد كان من أكثر المواقع اليمنية زيارًة إلى حين حجبه الأسبوع الماضي.একটি উদাহরণ হলো সাহাফা নেট, যেটি একটি তালাশ যন্ত্র যেখানে স্বয়ংক্রিয়ভাবে সকল প্রধান ইয়েমেনিয় ওয়েবসাইট থেকে বিষয়বস্তু সংগ্রহ করা হয়। গত সপ্তাহে এটি বন্ধ করার আগে পর্যন্ত সাহাফা নেট ইয়েমেনের সবচেয়ে বেশী পরিদর্শন করা ওয়েবসাইটগুলোর মধ্যে একটি ছিল।
13المواقع المحجوبة في اليمن.ইয়েমেনে বন্ধ করা ওয়েবসাইট - @albaheth4 মাধ্যমে নেয়া ছবি
14من نصوير فهمي الباحث على تويتر albaheth4@ كما أصدرت وزارة الإعلام اليمنية قبل حجب الموقع بيانًا رسميًا تشير فيه إلى أنها ستتخذ إجراءاتٍ قانونية ضد أي وسيلة إعلام “تثير التوتر”.এই ওয়েবসাইটটি বন্ধ করার আগে, ইয়েমেনের তথ্য মন্ত্রী ২৫শে মার্চ একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করেছে যেখানে উল্লেখ করা হয়েছে, যে যে গণমাধ্যম থেকে ‘উত্তেজনা ছড়ানো' হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
15حالما عُممت أخبار حجب المواقع على الإنترنت، نشر العديد من ردود الفعل على تويتر، حيث غرد فهمي الباحث المؤسس المشارك لجمعية الإنترنت-اليمن:সাইটগুলো বন্ধ হয়ে যাবার সংবাদ অনলাইনে জানাজানি হয়ে যাবার সংগে সংগে বেশ কিছু প্রতিক্রিয়া টুইটারের মাধ্যমে পাঠানো হয়। আইএসওসি-ইয়েমেন-এর সহপ্রতিষ্ঠাতা ফাহ্‌মি আলবাহেথ টুইট করেছে:
16حظر الحوثيون العديد من المواقع اليوم في اليمن.ইয়েমেন-এ আজকে হুথিরা অনেক রাজনৈতিক ওয়েবসাইট বন্ধ করেছে
17كما غرد فهمي أيضًا بوسيلة للالتفاف على الحجب:ফাহ্‌মি এই বন্ধ করা কিভাবে অতিক্রান্ত করা যায় সে ব্যাপারে একটি উপকরণও টুইট করেছে:
18تدوينة جديدة :أدوات وبرامج مجانية لكسر حجب مواقع #الانترنت لكافة الإخوة في #اليمن خصوصا http://t.co/uGkQ6bIj2G #Yemen #عاصفة_الحزمএকটি নতুন ব্লগ পোস্ট: বিনামূল্যের হাতিয়ার ও নমনীয় সম্ভার যা আপনাকে ইয়েমেনের বর্তমানে ওয়েবসাইট বন্ধ করাকে অতিক্রান্ত করতে সাহায্য করবে। http://t.co/uGkQ6bIj2G #Yemen
19- Fahmi Albaheth فهمي (@albaheth4) March 27, 2015আইএসওসি-ইয়েমেন তাদের ফেসবুকের পাতায় ওয়েব সেন্সর করা বিষয়ক একটি বিবৃতি পোস্ট করেছে:
20ونشرت جمعية الإنترنت-اليمن بيانًا على صفحتهم على فيسبوك بشأن إجراءات حجب المواقع:সাম্প্রতিক কালে ওয়েব সেন্সর করার উপর আইএসওসি-ইয়েমেন-এর একটি বিবৃতি
21بيان من جمعية الإنترنت بخصوص إجراءات حجب المواقع: كمنظمة مستقلة تهتم بحق اليمنيين في الاتصال بالإنترنت، تستنكر جمعية الإنترنت في اليمن (ISOC-Yemen) وتندد بإجراءات الحجب التي تعرضت لها مؤخرًا العديد من المواقع اليمنية.স্বাধীনভাবে ইন্টারনেটে প্রবেশাধিকারে ব্যবহারকারীদের অধিকার বিষয়ে কর্মরত একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে, ইন্টারনেট সোসাইটি ইয়েমেন পরিচ্ছেদ (আইএসওসি-ইয়েমেন) সম্প্রতিকালে বেশ কয়েকটি ইয়েমেনিয় ওয়েবসাইটকে লক্ষ্য করে সেন্সর করার যে কাজটি করেছে তার নিন্দা ও প্রত্যাখ্যান করছে।
22আইএসওসি-ইয়েমেন জরুরীভাবে সংশ্লিষ্ট ইয়েমেনিয় কতৃপক্ষের নিকট বন্ধ করে দেয়া ওয়েবসাইটগুলোকে খুলে দেবার দাবী জানাচ্ছে এবং ইয়েমেনের বর্তমান বিশৃঙ্খলাকে ইন্টারনেট-এ প্রবেশাধিকারে বাধা দান করার একটি অযুহাত হিসেবে ব্যবহার না করার উপর জোর দিয়েছে, যা সকল ব্যবহারকারীদের জন্য কোন বিধিনিষেধ ছাড়াই ব্যবহার করার জন্য উন্মুক্ত থাকা উচিত।
23وتطالب الجمعية بسرعة رفع الحجب عن تلك المواقع كما تؤكد على ضرورة تحييد شبكة الإنترنت من أي صراعات قائمة وضمان بقائها مفتوحة للجميع.সানা'আ-এ শুক্রবার ২৭শে মার্চ ২০১৫ তারিখে জারি করা হয়েছে - ইন্টারনেট সোসাইটি ইয়েমেন পরিচ্ছেদ (আইএসওসি-ইয়েমেন) প্রগতিশীল যোগাযোগ সংঘ (এপিসি) সেন্সর করার এই কাজটির নিন্দা জানিয়েছে:
24صنعاء في يوم الجمعة 27 مارس / آذار 2015 جمعية الإنترنت - اليمن وأدانت جمعية الاتصالات التقدمية هذا الإجراء:এপিসি @আইএসওসি_ইয়েমেন সাথে যোগ দিয়ে সাম্প্রতিককালে বেশ কয়েকটি ইয়েমেনিয় ওয়েবসাইটকে লক্ষ্য করে সেন্সর করার এই কাজটির নিন্দা জানিয়েছে।
25تشارك جمعية الاتصالات التقدمية مع جمعية الإنترنت-اليمن في إدانتها لإجراءات الحجب التي استهدفت عدد من المواقع اليمنية.আমরা আরও তথ্য সংগ্রহের জন্য আইএসওসি-ইয়েমেন এর সভাপতি ও ইয়েমেন পোর্টাল এর প্রতিষ্ঠাতা ওয়ালিদ আল-সাকাফ এর সাথে যোগাযোগ করেছিলাম।
26لجأنا الى وليد السقاف رئيس جمعية الإنترنت-اليمن ومؤسس بوابة اليمن للحصول على المزيد من المعلومات، حيث أشار السقاف إلى أن هذا النوع من الحجب الذي استخدمته السلطات يبدو شبيهًا لدرجة كبيرة بذلك الذي واجهه المستخدمون قبل عدة سنوات بين عامي 2005 و2011 وأردف قائلًا أن الفرق الوحيد هو أن الحجب الحالي قد شمل مواقع تنتقد الحوثيين وأخرى تنتقد الرئيس الأسبق علي عبدالله صالح.আল-সাকাফ বলেন যে কায়দায় বন্ধ করার ঘটনাগুলো ঘটছে তা সন্দেহজনকভাবেই কয়েক বছর আগে ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্যবহারকারীদের সম্মুখীন হওয়া ঘটনার অনুরূপ। তিনি ব্যাখ্যা করেন যে একমাত্র পার্থক্য হলো প্রাক্তন রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালেহ সম্পর্কে যে ওয়েবসাইটগুলো সমালোচনা করতো সেগুলো ছাড়াও হুথিদের সম্পর্কে সমালোচনামূলক ওয়েবসাইটগুলোই নিষিদ্ধ করা হচ্ছে।
27كان علي عبدالله صالح قد عمد سابقًا لحجب مواقع الحوثيين ولكن الآن حجب الحوثيون المواقع التي تنتقدهم وتنتقد حليفهم “غير المقدس” علي عبدالله صالح.বিগত দিনে সালেহ হুথিদের ওয়েবসাইটগুলোকে বন্ধ করেছে, তবুও হুথিরা এখন সালেহ-এর সাথে তাদের মিত্রতা (যাকে আল-সাকাফ ‘অপবিত্র' বলে ব্যাখ্যা করেছে) সম্পর্কে সমালোচনাকারী ওয়েবসাইটকেই বন্ধ করে দিচ্ছে।
28وأضاف أنه منذ أن سيطرت قوات الحوثيين على العاصمة واحتلت جميع المكاتب الحكومية تمكنوا عندها من السيطرة على جميع مؤسسات الاتصالات الحيوية مثل المؤسسة العامة للاتصالات والتي تتحكم بمزود خدمة الإنترنت الرئيس في اليمن ومشغل خدمة الهاتف المحمول بالإضافة لوزارتي الاتصالات والمعلومات المسؤولة عن خطوط الهواتف الأرضية ووسائل الإعلام الرسمية.তিনি আরও বলেন যে হুথি বাহিনী রাজধানী ও সরকারী কার্যালয়গুলো দখল করার পর থেকেই, তারা সকল গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনাগুলোকে নিয়ন্ত্রণ করতে সমর্থ হয় যেমন ইয়েমেন-এর মূল আইএসপি ও মুঠো ফোন পরিচালনাকারী গণ টেলিযোগাযোগ কর্পোরেশন, সেই সাথে সাথে যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়গুলো যারা তারযুক্ত ফোন ও রাষ্ট্রীয় মাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করে।
29وبالتالي يمكن للحوثيين إرسال توجيهات لأي مسؤول طالبين منهم اتخاذ اجراءات ضد وسائل الإعلام.সুতরাং হাউথিরা এখন যে কোন কর্মকর্তার কাছে একটি গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করতে পারে।
30ويعتقد السقاف أن هذا يفسر ما يقول بأنه تحيز شديد لمؤيدي الحوثيين في وسائل الإعلام الرسمية وحجب المواقع التي تحوي أي نقد لسياسة الحوثيين.আল-সাকাফ বিশ্বাস করে যে এগুলো রাষ্ট্রীয় মাধ্যমগুলোতে তার ভাষায় চরম হাউথি-কেন্দ্রীক পক্ষপাত ও হুথি রাজনীতির যে কোন সমালোচনাকারী ওয়েবসাইটকে বন্ধ করে দেয়ার বিষয়টি ব্যাখ্যা করে।
31وفيما يتعلق بالتحذير الذي أصدرته وزارة الإعلام، وصف السقاف ادعاء الوزارة أن المواقع “تثير التوتر” بالذريعة السهلة للحد من حرية الإعلام، قائلًا أن هذه الحجة هي ذاتها التي استخدمت لمداهمة مكتب الجزيرة ومصادرة معداته في 2011.তথ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সতর্কবার্তা সম্পর্কে আল-সাকাফ ব্যাখ্যা করে যে ‘উত্তেজনা ছড়ানো' বিষয়ক অভিযোগ গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করার জন্য একটি সহজ ছুতা। তিনি আরও বলেন যে এই একই অযুহাতে ২০১১ সালে আলজাজিরার কার্যালয়ে হানা দেওয়া হয় এবং যন্ত্রপাতী বাজেয়াপ্ত করা হয়।
32وإلى الآن لم تصدر أي بيانات رسمية عن اليمن نت أو وزارتي الاتصالات والمعلومات بشأن اجراءات الحجب.এ পর্যন্ত ইয়েমেন নেট বা যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়গুলো থেকে সেন্সর করার এই ঘটনাগুলো সম্পর্কে কোন প্রকার আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয় নি।