Sentence alignment for gv-ara-20140522-33882.xml (html) - gv-ben-20140525-43350.xml (html)

#araben
1لما يقبّل السعوديون جمالهم؟সৌদিদের উট চুম্বনের কারণ
2السعوديون يقبلون جمالهم في تحد لتحذير بأن مصدر فيروس الكورونا القاتل يمكن أن يكون من الإبل. صورة مشاركة على تويتر من قبل @aaaa12200সৌদি আরবের জনগণ তাদের প্রিয় পোষা প্রাণী - উটের ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত হবেন না, এমনকি মারাত্মক করোনাভাইরাসও তাঁদের এ থেকে নিবৃত্ত করতে পারবে না।
3حتى فيروس كورونا لن يبعد السعوديين عن حيواناتهم الأليفة المفضلة - الإبل.টুইটার এবং ইউটিউবে সৌদিরা অবিরত তাঁদের প্রিয় প্রাণী উটকে চুম্বন করার ছবি ও ভিডিও পোস্ট করে যাচ্ছেন।
4يستمر السعوديون بنشر الصور ومقاطع الفيديو على تويتر ويوتيوب، يظهرون فيها تقبيل الإبل كنوع من حملة غير منظمة ضد تحذير الحكومة من أن خطر انتشار فيروس كورونا في الشرق الأوسط يمكن أن يكون من الإبل، مع استمرار اكتشاف حالات جديدة في السعودية.মধ্য প্রাচ্য শ্বাস-প্রশ্বাস লক্ষণ (এমইআরএস) ঝুঁকি উট থেকে তৈরি হতে পারে বলে প্রচার করা সরকারের এই সতর্কবার্তার বিরুদ্ধে এটি মূলত এক ধরনের অসংগঠিত প্রচারণা। (# كورونا _ و _ الابل) হ্যাশট্যাগের অধীনে টুইটগুলো পোস্ট করা হচ্ছে, যার অর্থ, “পুষ্পমুকুট এবং উট”।
5تنتشر التغريدات تحت الوسم #كورونا_و_الابل حيث يعبر السعوديون عن شغفهم بحيوان الصحراء.হ্যাশট্যাগটি মরুভূমির এই প্রাণীর জন্য সৌদির জনগণের তীব্র আবেগকেই তুলে ধরছে।
6على الرغم من أن تأكيد خبراء الصحة بأن الإبل هي المصدر الحيواني الأكثر احتمالًا للإصابة بهذا المرض، فلا يوجد لقاح أو علاج مضاد للفيروسات.যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই রোগের সংক্রমণের জন্য সম্ভবত সবচেয়ে উপযোগী পশু উৎস হল উট। এখনও পর্যন্ত এর কোন টীকা বা ভাইরাল বিরোধী চিকিতৎসা আবিষ্কৃত হয়নি।
7​​টুইটার ব্যবহারকারীদের শেয়ার করা কিছু ছবি এখানে রয়েছে, যেখানে ঘোষণা করা হয়েছে, তাদের এবং তাদের উটের মধ্যে কোন রোগই বাঁধা হয়ে দাঁড়াবে না।
8@ aaaa12200 এই আলোকচিত্রটি শেয়ার করেছেন:
9সৌদিরা মারাত্মক রোগ করোনাভাইরাসের ব্যাপারে সতর্কবার্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁদের প্রিয় প্রাণী উটকে চুম্বন করছে।
10في حين يعلن فهد بن عبد الله على تويتر أنه سيقضي بقية اليوم مع ناقته:টুইটারে ছবিটি শেয়ার করেছেন @aaaa12200 আর ফাহাদ বিন আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন, তিনি তাঁর উটের সঙ্গে দিনের বাকি সময় ব্যয় করবেনঃ
11شارك مستخدم تويتر فهد بن عبد الله هذه الصورة مع ناقته.টুইটার ব্যবহারকারী ফাহাদ বিন আবদুল্লাহ তাঁর উটের সাথের এই ছবিটি শেয়ার করেছেন।
12المصدر: @AlHaqbaniসূত্রঃ @AlHaqbani
13অন্যরা এমনকি উট ও করোনাভাইরাসের মধ্যে এই সম্পর্কের কারণে তাঁদের প্রিয় উটের যত্নের আয়োজনটি দ্বিগুণ করে দিয়েছেন।
14وذهب البعض لجرعة مضاعفة من الرعاية في تحد للعلاقة بين الجمال والفيروس.নিচের ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মালিক তাঁর প্রিয় উট দুটিকে চুম্বন করেছেন।
15يظهر الفيديو التالي أحد مالكي الجمال يقبل اثنين من الإبل ويطلب منهما السعال على وجهه ليظهر عدم خوفه من الإصابة بالعدوى منها:সে সময় তিনি পশুগুলোকে তাঁর মুখে কফ ফেলার জন্য বলছেন। তিনি তা করছেন এটা বোঝানোর জন্য যে তিনি তাদের থেকে আক্রান্ত হওয়ার কোন ভয় পান নাঃ