Sentence alignment for gv-ara-20131201-32042.xml (html) - gv-ben-20130818-38173.xml (html)

#araben
1মিশর: “কাঁধের উপর দিয়ে আক্ষরিকভাবে একটি বুলেট উড়ে যাওয়া অনুভব করলাম”
2مصر : شعرت بمرور الرصاصة فوق كتفيমিশরীয় ফটো সাংবাদিক মোসাব ইলসামিকে গুলি করা হয়েছে।
3أصيب المصور الصحفي المصري مصعب الشامي، برصاصة مرت فوق كتفه وسُرقت معداته عند دخوله رابعة العدوية حيث تم تفريق اعتصام مؤيدي مرسي بعنف في القاهرة، مصر.বুলেটটি তার কাঁধের উপর দিয়ে উড়ে যায়। ঝুঁকি নিয়ে মিশরের কায়রোর রাবা আল আদাওইয়াতে প্রবেশের পর তার যন্ত্রপাতি চুরি করা হয়, যেখানে আজ মুরসির সমর্থকদের অবস্থান ধর্মঘট সহিংস অভিযানে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
4غرد عن تجرته بمجموعة من التغريدات التي تعطينا فكرة عما كان عليه الوضع أثناء إخلاء اعتصام الإخوان المسلمين فى مدينة نصر.একটি ধারাবাহিক টুইট বার্তায় তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন, যা আজ সকালে নাসর শহরের মুসলিম ব্রাদারহুডের অবস্থান সমাবেশে কি ঘটেছে সে ব্যাপারে আমাদের হালকা ধারণা দিবে।
5كان الوصول إلى اعتصام رابعة الجزء السهل:রাবা অবস্থান সমাবেশে যাওয়া সহজ অংশ ছিল:
6تتصاعد أعمدة الدخان الأسود من رابعة بحيث يمكن رؤيتها من أي مكان تقريباً فى مدينه نصر. pic.twitter.com/jz35WHLQ9oরাবা থেকে ক্রমবর্ধমান আরো কালো ধোঁয়া বেরুছিলো। কার্যতঃ নাসার শহরের প্রায় যেকোনো জায়গা থেকে তা দেখা যায়।
7هناك، كان أول تعامل له مع الغاز المسيل للدموع:সেখানে তিনি প্রথমে টিয়ার গ্যাসের সঙ্গে মোকাবিলা করেন:
8أخيرا دخلت إلى رابعة.অবশেষে রাবাতে ঢুকলাম।
9الغاز المسيل للدموع غير محتمل.অসহনীয় টিয়ার গ্যাস।
10الرعب الذى شاهده، عرضه في معرض للصور الفوتوغرافية ونشر الصور على فليكر [تحذير: بعض المشاهد قاسية، الجثث في المشرحة]সেখানে যে ভয়াবহতা তিনি দেখেছন, তিনি তা একটি ফোটোগ্রাফ গ্যালারিতে ধরে রেখেছেন। সেগুলো তিনি ফ্লিকারে শেয়ার করেছেনঃ [সতর্কবাণী:কিছু ছবি,বিশেষ করে মর্গে মৃতদেহের ছবিগুলো গ্রাফিক]
11المشهد فى خط المواجهة في رابعة كمنطقة حرب.রাবার ফ্রন্টলাইনের দৃশ্য একটি যুদ্ধ ক্ষেত্রের বর্ণনার অনুরূপ।
12الاشتباكات جارية لست ساعات حتى الآن.ছয় ঘন্টা ধরে সংঘর্ষ এখনও চলমান।
13لدى الشامي احتكاك مباشر مع القناصة:ইলসামির খুবই কাছ দিয়ে স্নাইপারের গুলি বর্ষণ হয়ঃ
14أسوأ جزء هو عدم معرفة مكان إطلاق النار.সবচেয়ে খারাপ হচ্ছে, কোথায় থেকে গুলি আসছে তা জানা ছিল না।
15تنحنى بجانب أقرب شيء وتمنى الأفضل.পরবর্তী কাছের জিনিসে যেয়ে নত হন এবং ভালো কিছুর জন্য আশা করুন ..
16لكنه لا يزال يرصد خلال تكثف المواجهات:কিন্তু সংঘর্ষের তীব্রতা সত্ত্বেও তিনি বিরামহীন ভাবে ছবি তুলে যানঃ
17تكثف الاشتباكات فى رابعة.রাবাতে তীব্রভাবে সংঘর্ষ চলছে।
18مرت الرصاصة من فوق كتفه.একটি বুলেট তাঁর কাঁধের উপর দিয়ে উড়ে যায়।
19غرد قائلاً:তিনি টুইট করেছেন:
20شعرت بمرور الرصاصة فوق كتفي.আক্ষরিকভাবে আমার কাঁধের উপর দিয়ে একটি বুলেট উড়ে যাওয়া অনুভব করলাম।
21سمعت أزيز يشبه مرور بعوضة عملاقة بسرعة الضوء.আলোর গতিতে ভ্রমণ করা একটি রাক্ষুসে মশার মত করে একটি অস্পষ্ট গুঞ্জন শুনলাম।
22غريب.ভুতুড়ে।
23و مع ذلك قرر الشامي -وشظايا الطلقات فى ظهره- أن يغادر:সে সঙ্গে পিঠে শটগানের ধাক্কা খেলে ইলসামি চলে যাবার সিদ্ধান্ত নেনঃ
24مع وجود ثلاث شظايا في ظهري، كانت هذه إشارتي للمغادرة.আমার পিঠে শটগানের তিনটি ধাক্কা সহ্য করার পর আমি সেখান থেকে চলে যাই।
25ورغم ذلك لم تكن هذة النهاية:কিন্তু এটাই শেষ ছিল না।
26فى طريقى للخروج من رابعة واجهت مجموعة من اللصوص المترصدين سرقوا معداتي.রাবা থেকে বের হবার পথে আমি স্থানীয় অতন্দ্র জনতার মুখোমুখি পড়ি, যারা আমার যন্ত্রপাতি সব চুরি করে নিয়ে যায়।
27لحسن الحظ أني احتفظت ببطاقة الذاكرة داخل جواربيভাগ্যক্রমে আমি মোজার মধ্যে আমার এসডি কার্ড রেখেছিলাম।
28لاتنسى أن تستعرض صور الشامي للاشتباكات على حساب فليكر الخاص به هنا.এখান থেকে ইলসামির ফ্লিকার অ্যাকাউন্টে তোলা আজকের সংঘর্ষের ছবিগুলো দেখতে ভুলবেন না।