Sentence alignment for gv-ara-20120505-21806.xml (html) - gv-ben-20120507-26305.xml (html)

#araben
1اليمن: غضب على توسيع ضربات الولايات المتحدة بالطائرات بدون طيّارইয়েমেন: যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা বৃদ্ধিতে ক্ষোভ
2هذا المقال جزء من تغطيتنا الخاصة ب احتجاجات اليمن 2011এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ
3وسّعت الولايات المتحدة مؤخراً حملة هجومها بالطائرات بدون طيّار في اليمن، مما أدى إلى غضب وقلق واسع النطاق. [جميع الروابط بالإنجليزية]সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপর ড্রোন হামলার পরিমাণ বৃদ্ধি করেছে, যা ব্যাপকভাবে ক্ষোভ এবং উদ্বেগের সঞ্চার করেছে।
4بدأت ضربات الطائرات بدون طيّار ضد تنظيم القاعدة تحت سلطات وصلاحيات واسعة النطاق تسمح لوكالة الاستخبارات المركزية والجيش لإطلاق النار مستندة على “توقيعات” أهداف الاستخبارات أو نمط السلوك، بدون معرفة هوياتهم.কর্তৃপক্ষকে প্রদান করা বাড়তি অধিকারের মাধ্যমে সন্দেহভাজন আল কায়েদার ঘাঁটিগুলোর উপর এই ড্রোন হামলা চালানো হচ্ছে। এই ধরনের হামলায় সিআইএ এবং সামরিক বাহিনী, শুধুমাত্র ক্ষেত্রে গোয়েন্দা কার্যক্রমের “নির্দেশনা” অথবা কেবল মাত্র আচরণগত সন্দেহের ভিত্তিতে, হামলাকারীদের পরিচয় না জেনেই লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অনুমতি লাভ করে।
5غرّدت اليمنية -الأمريكية سمر ناصر:ইয়েমেনি-আমেরিকান সামের নাসের টুইট করেছে:
6في الأساس، يمكن للاستخبارات المركزية والجيش إطلاق النار بالطائرات بدون طيّار حتى عند عدم معرفة هويّاتهم.@সামেরনাসের:#ইয়েমেন: মূলত, সিআইএ এবং সামরিক বাহিনী ড্রোন হামলা চালাতে পারে, এমনকি এই ঘটনায় নিহতদের পরিচয়ও যখন অজানা।
7اعتماداً من الرئيس أوباما.রাষ্ট্রপতি ওবামা এই ধরনের হামলার অনুমতি প্রদান করেছে।
8سلاح الجو الأمريكي العام أتوميكس MQ-1 المفترس مركبة جوية بدون طيّار(UAV).যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর জেনারেল এ্যাটমিক্সের তৈরী এম কিউ -১ প্রিডেটর নামক ড্রোন, যা কিনা পাইলটবিহীন এক বিমান।
9الصورة عبر مستخدم فليكر james_gordon_los_angelesছবি ফ্লিকার ব্যবহারকারী জেমস_গর্ডন_লস_এ্যাঞ্জেলস ( সিসি বাই এনসি২.
10علّق إبراهيم المثتنّى، الكاتب والمدون اليمني، على سياسة ضربات الطائرات بدون طيّار:০) ইয়েমেনী লেখক এবং একটিভিস্ট ইব্রাহিম মোথানা, এই ড্রোন নীতির বিষয়ে মন্তব্য করেছে:
11توسيع برنامج الطائرات بدون طيّار ليس من اهتمامات اليمن ولا حتى الولايات المتحدة.@ইমোথানাইয়েমেন: ড্রোন হামলা বৃদ্ধি, ইয়েমেন বা যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে কাজ করবে না।
12ستقوم فقط بتوسيع عملية طلبنة مواقع القبائل المستمرةএটা কেবল আদিবাসী এলাকায় তালেবানীকরণ-এর মত ঘটনা বাড়াতে থাকবে।
13قال جيب بون، صحفي أمريكي ومدير التحرير السابق في صحيفة يمن تايمز:যুক্তরাষ্ট্রের সাংবাদিক এবং ইয়েমেন টাইমস-এর প্রাক্তন ব্যবস্থাপনা সম্পাদক জেব বুন বলছে:
14الطائرات بدون طيّار لا تؤدي فقط إلى تأجيج العداء للولايات المتحدة والمشاعر المؤيدة لتنظيم القاعدة، بل تنزع الشرعية عن الحكومة اليمنية.জেববুন :ড্রোন হামলা কেবল যুক্তরাষ্ট্র বিরোধী এবং আল কায়েদির-পন্থী অনুভূতির জন্ম দেবে না, এই ধরনের হামলা # ইয়েমেন সরকারের বৈধতার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে।
15مثير للقلق.বিপজ্জনক পরিস্থিতির তৈরী করবে।
16تضرب الطائرات بدون طيّار أهدافاً في جنوب اليمن، علّقت الباحثة أطياف الوزير:এখন দক্ষিণ ইয়েমেনের লক্ষ্যবস্তুর উপর ড্রোন হামলা চালানো হচ্ছে এবং গবেষক আতাইফ আলয়াজির মন্তব্য করছে:
17من المحزن أن كثيرا من أهل الشمال أهملوا/تجاهلوا مشكلة الطائرات بدون طيّار لأنها لا “تؤثّر” عليهم.@ওমেনফ্রমইয়েমেন:এই বিষয়টি বেদনাদায়ক যে উত্তর ইয়েমেনের অনেক নাগরিক এই হামলার বিষয়টি এড়িয়ে যাচ্ছে, কারণ এই ঘটনা তাদের উপর প্রভাব ফেলছে না। এটা অনেক বাড়াবাড়ি একটা বিষয়।
18إنها بعيدة جداً.#নর্থ #ইয়েমেন
19احتج جيريمي سكاهيل، صحفي استقصائي أمريكي وفائز بعدة جوائز، ضد استخدام الطائرات بدون طيّار في اليمن، باكستان والصومال. قام مؤخراً بإنتاج وثائقي لقناة الجزيرة الإنجليزية بعنوان “ لعبة أمريكا الخطيرة“، والذي يتساءل هل تصنع الولايات لنفسها أعداء جدد بدلاً عن قبضهم أو قتلهم.জেরেমি স্কাহিল এক পুরস্কার বিজয়ী অনুসন্ধানী সাংবাদিক, যিনি ইয়েমেন, পাকিস্তান এবং সোমালিয়ায় ড্রোন ব্যবহারের বিপক্ষে যুক্তি প্রদান করেছেন, তিনি সম্প্রতি আল জাজিরা ইংরেজি টিভি চ্যানেলের জন্য একটি তথ্যচিত্র তৈরী করেছেন, যার শিরোনাম “আমেরিকার বিপজ্জনক খেলা”।
20এতে প্রশ্ন করা হয়েছে, পাকড়াও করে অথবা খুন করে যুক্তরাষ্ট্র কি আরো বেশী শত্রুর সৃষ্টি করছে কিনা।
21طبقاً لمنظمي قمة الطائرات بدون طيّار التي أقيمت مؤخراً في واشنطن في 28-29 أبريل/نيسان، ما يصل ل3. 000 شخص، من ضمنهم غير المقاتلين، قد قتلوا في هجمات الطائرات بدون طيّار.সম্প্রতি, এপ্রিল ২৮-২৯ তারিখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আয়োজিত ড্রোন বিষয়ক সম্মেলন -এর সূত্রমতে মত ড্রোন হামলায় প্রায় ৩,০০০-এর মত নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে নিহত শত শত ব্যক্তি ছিল সাধারণ মানুষ।
22هذا الستوريفاي يجمع بعض تغريدات القمّة فيما يتعلّق بالطائرات بدون طيّار وسياسة الولايات المتحدة في اليمن.এই স্টোরিফাই (টুইটার ভিত্তিক কাহিনী), ড্রোন হামলা এবং ইয়েমেনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতি বিষয়ক সম্মেলনের থেকে কিছু টুইট সংগ্রহ করেছে।
23خطاب جيريمي سكاهيل في القمة يمكن مشاهدته من هنا.এই সম্মেলনে জেরেমি স্কাহিল-এর ভাষণ এখানে দেখতে পাওয়া যাবে।
24نشر مكتب الصحافة الاستقصائية ومقره جامعة سيتي، لندن، أرقام لنشاط الولايات المتحدة السري في اليمن:লন্ডনের সিটি ইউনিভার্সিটি ভিত্তিক ব্যুরো অভ ইনভেস্টিগেটিভ জার্নাল ইয়েমেন যুক্তরাষ্ট্র পরিচালিত ছদ্ম হামলার পরিসংখ্যান প্রকাশ করেছে:
25نشاط الولايات المتحدة في اليمن 2001-2012 مجموع ضربات الولايات المتحدة: 41-132 مجموع ضربات الطائرات بدون طيّار: 31-68 مجموع القتلى المبلغ عنهم: 294-673 القتلى المدنيين المبلغ عنهم: 55-105 الأطفال القتلى المبلغ عنهم: 24২০০১-২০১২ সাল পর্যন্ত ইয়েমেনে, যুক্তরাষ্ট্র পরিচালিত ছদ্ম হামলা যুক্তরাষ্ট্র পরিচালিত মোট হামলার সংখ্যা :৪১ - ১৩২ যুক্তরাষ্ট্র পরিচালিত ড্রোন হামলা: ৩১-৬২ সংবাদে প্রাপ্ত মোট নিহতে সংখ্যা: ২৯৪- ৬৭৩ প্রাপ্ত সংবাদ অনুসারে নিহত মোট সাধারণ নাগরিকের সংখ্যা: ৫৫-১০৫ প্রাপ্ত সংবাদ অনুসারে নিহত মোট শিশুর সংখ্যা:২৪
26كما جمع مكتب الصحافة الاستقصائية معلومات مفصّلة عن نشاط الولايات المتحدة السري المبلغ عنه في اليمن منذ العام 2001.এ ছাড়াও ব্যুরো অভ ইনভেস্টিগেটিভ জার্নাল, ইয়েমেনে চলানো যুক্তরাষ্ট্রের ছদ্ম হামলার প্রাপ্ত রিপোর্টের বিস্তারিত ডাটা সংগ্রহ করেছে।
27قدّم جون بريننان كبير مستشاري مكافحة الإرهاب لدى رئيس الولايات المتحدة باراك أوباما في 30 أبريل/نيسان، خطاباً بعنوان “أخلاقيات وكفاءة استراتيجية الرئيس في مكافحة الإرهاب” والذي يدافع فيه عن استخدام الطائرات بدون طيّار.৩০ এপ্রিল তারিখে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামার সন্ত্রাস প্রতিরোধ উপদেষ্টা জন ব্রেনান “রাষ্ট্রপতির সন্ত্রাস প্রতিরোধ নীতি এবং কার্যকারিতা” শিরোনামে এক বক্তৃতা প্রদান করেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের ড্রোনের ব্যবহারকে সমর্থন করেন।
28تحدّته الناشطة ميديا بنجامين وتحدثت عن عمليات القتل الناجمة عن الطائرات بدون طيّار في باكستان، اليمن ودول أخرى، كما يظهر في هذا الفيديو:একটিভিস্ট মেডেয়া বেনজামিন তাকে এবং পাকিস্তান, ইয়েমেন এবং অন্যান্য দেশে ড্রোনের মাধ্যমে হত্যার মত ঘটনাকে চ্যালেঞ্জ করেন, যেমনটা এই ভিডিওতে দেখা যাচ্ছে:
29في مقالة بعنوان “سيّدة شجاعة تتحدث عن ضربات الاستخبارات المركزية بالطائرات بدون طيّار“، أثنت المدونة اليمنية أفراح ناصر على شجاعة ميديا بناجمين واقتبست كلماتها:“এক সাহসী নারী, সিআইএ-এর ড্রোন হামলার বিরুদ্ধে কথা বলছে” শিরোনামের এক লেখায় ইয়েমেনী ব্লগার আফ্রা নাসের, মেডেয়া বেনজামিনের সাহস ও তার বক্তব্যের উদ্ধৃতি উল্লেখ করেছে:
30“ماذا عن مئات القتلى من الأبرياء الذين يُقتلوا بضربات طائراتنا بدون طيّار في باكستان، اليمن والصومال؟“আমাদের ড্রোন হামলায় পাকিস্তান, ইয়েমেন, এবং সোমালিয়ায় শত শত নিষ্পাপ নাগরিকের হত্যার বিষয়ে কি বলা উচিত? আমি সেই সমস্ত নিষ্পাপ নাগরিকদের হয়ে কথা বলছি।
31أنا أتحدث نيابةَ عن هؤلاء الضحايا الأبرياء.ব্রেনান তারা আপনার ক্ষমা প্রার্থনার দাবীদার।
32هم يستحقون اعتذاراً منك، بريننان.আপনি কতগুলো নাগরিকের জীবন উৎসর্গ চান?
33كم من الناس تنوي التضحية بهم؟ لماذا تكذب على الشعب الأمريكي ولا تخبرهم عن عدد من قتلتهم؟ ….কেন আপনি আমেরিকার নাগরিকদের কাছে মিথ্যা বলছেন এবং তাদের জানাচ্ছেন না, এই ধরনের হামলায় প্রকৃতপক্ষে কতগুলো নাগরিক নিহত হয়েছে?
34عارٌ عليك!”লজ্জাকর বিষয়! “
35وكما تحدثت في منشور حديث في مدونتي، “سياسة الولايات المتحدة الفاشلة في اليمن“:“ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ব্যর্থ নীতি” নামক পোস্টে সম্প্রতি আমি যেমনটা বলেছি:
36استخدام الطائرات بدون طيّار في الأرض اليمنية لقتل قادة القاعدة المشتبه بهم، والقتل غير المبرر للمراهقين والعديد من المدنيين الأبرياء يشار إليه عادةً باسم “أضرار جانبية” واحتجاز الصحفيين بصورة غير شرعية، قد عزز العداء تجاه الولايات المتحدة.ইয়েমেনের মাটিতে সন্দেহভাজন আল কায়েদা নেতাদের হত্যার জন্য ড্রোনের ব্যবহার, কিশোর এবং অন্যান্য সাধারণ নাগরিকদের অন্যায় ভাবে হত্যাকে খুব সাধারণ ভাবে “ঘটনাক্রমে সৃষ্ট ক্ষতি” বলে উল্লেখ করা হচ্ছে এবং এক সাংবাদিকের এক অন্যায় সঙ্গা, যা কিনা যুক্তরাষ্ট্রের প্রতি আরো শত্রুতার সৃষ্টি করেছে।[
37[…]تحتاج الولايات المتحدة بشكل واضح إلى إعادة تقييم سياستها في مكافحة الإرهاب في اليمن عن طريق معالجة الأسباب الاقتصادية والاجتماعية الكامنة والتي تنتج الإرهاب، بدلاً من تركيز مساعداتها في القتال ضد القاعدة الاستمرار في هجمات الطائرات بدون طيّار والتي تقتل أشخاصاً أبرياء، ينفر، يغضب ويزيد من تفاقم الجمهور اليمني عامةً، معطياً المتشددين دافعاً للانضمام للجماعات المسلحة.…] কেবল মাত্র “আল কায়েদার” বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেনকে সাহায্য করা এবং নিষ্পাপ নাগরিক হত্যার জন্য দায়ী ক্রমাগত ড্রোন হামলা চালানো বন্ধ করে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস প্রতিরোধ নীতিকে পরিষ্কার ভাবে মূল্যায়ন করা উচিত, যে এই বিষয়টি সামাজিক অর্থনৈতিক কারণের মধ্যে নিহিত, যার কারণে সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে। আর এই ঘটনা, যুক্তরাষ্ট্রকে সাধারণ ইয়েমেন নাগরিক থেকে বিচ্ছিন্ন করছে, তার প্রতি অন্যদের ক্ষোভ তৈরী করছে এবং এই ধরনের উগ্রবাদী জেহাদি দলে যোগ দেবার জন্য এক কারণের সৃষ্টি করছে।