Sentence alignment for gv-ara-20150808-38649.xml (html) - gv-ben-20150815-50012.xml (html)

#araben
1قبل القنبلة وبعدها: جولة تفاعلية في مدينة ناغازاكيনাগাসাকিতে একটি মিথষ্ক্রিয় সফরঃ বোমা বর্ষণের আগে এবং পরের চিত্র
2مكان انفجار القنبلة الذرية في أوراغامي، ناغازاكي.নাগাসাকি শহরের ইউরাকামিতে ২০১৫ সালে আণবিক বোমা কেন্দ্র।
3الصورة: نيفين ثومبسون 2015নেভিন থম্পসনের তোলা ছবি।
4أرشيف ناغازاكي هو تطبيق للاستخدام على جوجل إيرث لعرض خريطة تفاعلية تظهر معالم المدينة الواقعة في جنوب اليابان قبل وبعد إلقاء القنبلة الذرية عليها في 9 آب/أغسطس، 1945.জাপানের দক্ষিণ-পশ্চিমের শহরটিতে ১৯৪৫ সালের ৯ আগস্ট তারিখে পারমাণবিক বোমা নিক্ষেপের আগে ও পরের নাগাসাকির একটি মিথস্ক্রিয় মানচিত্র তৈরি করতে গুগল আর্থ ব্যবহার করেছে দ্যা নাগাসাকি আর্কাইভ।
5جُمع على هذه الخريطة معلومات منشورة على شبكة الإنترنت، كشهادات الناجين المسجلة على موقع يوتيوب، على سبيل المثال، مع الموقع الدقيق لهم وقت انفجار القنبلة في المدينة.এই ওয়েব টুলটি মূলত সমগ্র ওয়েব জুড়ে ছড়িয়ে থাকা তথ্যগুলো সংগ্রহ করেছে এবং বোমা বিস্ফোরণে বেঁচে যাওয়া মানুষগুলো ইউটিউবে যে গল্প বলেছেন তার সাথে মিলিয়ে দেখছে।
6هذا التطبيق على جوجل إيرث متوافق مع نظامي التشغل ويندوز وماك أو إس إكس 10.6+উদাহরণ স্বরূপ বলা যায়, বোমা বিস্ফোরণগুলো যখন ঘটেছে তখন যারা নাগাসাকিতে ছিলেন তাঁদের সুনির্দিষ্ট অবস্থান সহকারে তথ্য সংগ্রহ করা।
7على الموقع أدوات مشابهة أيضًا ترصد آثار القنبلة الذرية التي ألقيت على مدينة هيروشيما والمعركة الدموية في أوكيناوا بداية عام 1945 التي راح ضحيتها 150 ألفًا من المدنيين.নাগাসাকি আর্কাইভ পরিচালনা করতে উইন্ডোজ অথবা ম্যাক ওএসএক্স ১০ দশমিক ৬+ এর জন্য গুগল আর্থ প্লাগ ইন প্রয়োজন। এছাড়াও হিরোশিমা পারমাণবিক বোমা বিস্ফোরণের ঘটনা খুঁজে বের করতে ওয়েবসাইটটি একই ধরণের ওয়েব টুল তৈরি করেছে।
8পাশাপাশি ১৯৪৫ সালের শুরুর দিকে ওকিনাওয়ার রক্তাক্ত যুদ্ধ যেখানে ১ লক্ষ ৫০ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে, সেই ঘটনাগুলোও একইভাবে তুলে ধরা হয়েছে।