Sentence alignment for gv-ara-20111030-14755.xml (html) - gv-ben-20111031-21018.xml (html)

#araben
1مصر: استمرار مسلسل التعذيب بعد الثورةমিশর: বিপ্লব পরবর্তী আরেকটি নির্যাতনের ঘটনা
2هذا المقال جزء من تغطيتنا الخاصة بثورة مصر 2011.এই প্রবন্ধটি মিশর বিপ্লব-২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3في نفس الليلة التي قرر فيها المصريون أنهم سيعودون إلى ميدان التحرير لتطهير ثورتهم، انتشر خبر مزعج يؤكد أن الثورة ما زالت بعيدة عن تحقيق أهدافها.“বিপ্লবকে আবার পুনর্জীবিত করার জন্য” আজ দিনের শেষে মিশরীয় নাগরিকরা আবার তাহরির স্কোয়ারে ফিরে যাবার সিদ্ধান্ত নেয়।
4أعلن مركز النديم لتأهيل ضحايا العنف على صفحته على فيسبوك:এক মর্মঘাতী বিস্ময়কর সংবাদ তাদের আবার স্মরণ করিয়ে দেয় যে, এই বিপ্লব সম্পূর্ণ করার ক্ষেত্রে এখনো অনেক কাজ বাকী রয়ে গেছে।
5جريمة قتل جديدة تحت التعذيب عقابا على تهريبه شريحة موبايل الى محبسه في سجن طره شديد الحراسة تعرض عصام علي عطا علي، المحكوم عليه عسكريا بسنتين سجن يوم 25 فبراير من عام الثورة، للتعذيب الوحشي بادخال خراطيم مياه من فمه ودبره ونقل بالأمس دون معرفة اهله الى مستشفى القصر العيني حيث لفظ انفاصه الأخيرة ويرقد الآن في المشرحة.হামলার শিকার নাগরিকদের পুর্নবাসন কেন্দ্র আল নাদিম সেন্টার তাদের ফেসবুকের পাতায় ঘোষণা করেছে : ২৫ ফ্রেব্রুয়ারির সামরিক আদালতে এসাম আলি আত্তাহকে দুই বছরের কারাদণ্ড প্রদান করে, তুরাহ জেলে তার নিজের কারা কক্ষে মোবাইল সিম পাচার করার শাস্তি হিসেবে তার উপর নির্মম অত্যাচার করা হয়, যার মধ্যে রয়েছে মুখে এবং পায়ুপথে পানির পানির পাইপ (ওয়াটার হোস) ঢুকিয়ে দেওয়া।
6نشرت صفحة كلنا خالد سعيد صورة لجثة عصام وأكدت أم موته كان نتيجة للتعذيب.এই ঘটনার পরে তারা পিতামাতাকে না জানিয়ে তাকে কাসর এল এইনি হাসপাতালে স্থানান্তর করা হয়।
7وأثار خبر مقتل عصام عطا الكثير من ردود الفعل الغاضبة على الشبكات الاجتماعية، خاصة على تويتر، حيث حظت تحديثات المحامي مالك عدلي بنسبة متابعة عالية عندما تقدم لدعم أهل عصام قانونياً.সেখানে সে মৃত্যু বরণ করে। মিশরের বিখ্যাত শহীদ খালেদ সাইদের ফেসবুকের পাতায় সম্প্রতি আত্তার মৃতদেহের একটি ছবি প্রকাশ করা হয় এবং আবার সেখানে দাবী করা হয় যে তার উপর সংঘঠিত নির্মম অত্যাচারের কারণে তার মৃত্য ঘটেছে।
8আত্তার এই বীভৎস মৃত্যুর সংবাদ, সামাজিক প্রচার মাধ্যম ওয়েব সাইটে এক ক্ষোভের সৃষ্টি করেছে, বিশেষ করে টুইটারে, যেখানে ব্যবহারকারীরা আইনজীবী মালেক আদলীর প্রদান করা নিয়মিত তাজা সংবাদ অনুসরণ করত।
9قال مالك عدلي بعد مشاهدته جثة عصام عطا:মালেক আদলী ঘটনার শিকার ব্যক্তির পরিবারকে এই ঘটনায় আইনী সহায়তা প্রদান করতেন।
10أنا شفت جثمان عصام الله يرحمه مفيهوش إصابات بس هدومه متقطعه وبيجيب مياه من فتحات جسمهআদলী তার একাউন্টে সংবাদ প্রদান করেন যে তিনি এসসাম আত্তার মৃতদেহ দেখেছেন এবং তার সংবাদ ভাষ্য ছিল এ রকম:
11ثم ذكر سبب الوفاة المذكور في التقرير الرسمي:@মালেকাআদলি : আমি এসসাম আত্তার মৃতদেহটি দেখেছি।
12قئ دموي حاد أدي لهبوط حاد ف الدوره الدمويه وتوقف عضلة القلب نتيجة تسمم غير معروف..তার দেহে কোন ক্ষত ছিল না কিন্তু তার পোশাক ছিল ছিন্নবিচ্ছিন্ন। এবং তার শরীরের সকল ছিদ্র দিয়ে পানি বের হচ্ছিল।
13دا الثابت ف المحضر 5537 إداري مصر القديمهসম্প্রতি তিনি আত্তার মৃত্যুর প্রকৃত কারণ টুইট করেন:
14دفعت هذه التوييتات بعض مستخدمي تويتر، مثل عادل صليب، وبيتر رمزي، أن يذهبوا إلى مشرحة زينهم، حيث رقدت جثة عصام، للتضامه مع أهله. ذكرت منى سيف، منسقة حركة لا للمحاكمة العسكرية للمدنيين، المزيد من المعلومات حول القضية:@মালেকাআদলি : তার মুখ দিয়ে যে রক্তবমি হচ্ছিল, তার ফলে দেহের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যহত হয় (সার্কেলুটরি ফেইলিওর-এর ফলে শরীরে নানাবিধ রাসায়নিক ক্রিয়ার কর্মকাণ্ড স্থগিত হয়ে যায়) এবং এবং এক অজানা বিষের কারনে হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়।
15عصام علي عطا، 23 سنة، كان محكوم عليه في محاكمة عسكرية سنتين.মিশ্রর আল কাদিমার পুলিশ বিভাগের ৫৫৩৭ নম্বর রিপোর্টে এই সব কথা লিখা আছে
16আদলির এই টুইট, আদেল সালিব এবং পিটার রামজির মত কিছু টুইটারকারীকে জেইনহোম নামক মর্গে নিয়ে যায়, যেখানে এই মৃতদেহটি রাখা ছিল।
17لسة كنا بنجهزله اجراءات الطعن. النهاردة مات من التعذيبতাদের উদ্দেশ্য ছিল আত্তার পরিবারকে সমর্থন করা।
18عبرت معظم ردود الأفعال على تويتر عن الغضب والاحباط، وظهر وسم EssamAtta# للتعبير عن الاحباط الناتج عن استمرار ممارسات التعذيب المنهجية حتى بعد الثورة.সাধারণ নাগরিকের সামরিক আদালতে কোন বিচার নয় নামক দলের সম্বনয়কারী একটিভিস্ট মোনা সাইফ, আত্তার ঘটনা সম্বন্ধে আরো তথ্য প্রদান করেছে : এসসাম আলি আত্তা, যার বয়স ২৩ বছর, তাকে সামরিক এক আদালত দুই বছরের কারাদণ্ড প্রদান করে।
19ح حدث هذا بعض الحكم في قضية خالد سعيد على المخبر وأمين الشرطة المسئولين عن مقتله بالسجن 7 سنوات.আমরা তার এই শাস্তির বিরুদ্ধে দরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তার উপর করা অত্যাচারের ফলে আজ সে মারা গেছে।
20ووصف الحكم بأنه مخفف للغاية مع لوم للنظام القضائي أنه تعامل مع القضية باعتبارها ضرب أفضى إلى الموت بدل من اعتبارها قضية قتل عمد.টুইটারে যে সমস্ত প্রতিক্রিয়া এসেছে তার বেশিরভাগই ক্ষোভ এবং হতাশার। নিজেদের হতাশা প্রকাশ করার জন্য টুইটারকারীরা #এসসাম আত্তা নামের একটি হ্যাশট্যাগের সৃষ্টি করেছে।
21ويبدو أن أداء المجلس العسكري في مصر في الفترة الانتقالية يؤدي إلى المزيد من الاحباط ويقول البعض أن هناك مواجهات تلوح في الأفق.তারা এই কারণে হতাশ যে বিপ্লব পরবর্তী মিশরেও পদ্ধতিগত নির্যাতন ব্যবস্থা এখনো বজায় রয়েছে। খালেদ সাইদের মামলা রায় প্রদানের দুই দিন পরে এই ঘটনা ঘটল।
22খালেদ সাইদের মামলায় অভিযুক্ত পুলিশকে তথ্য প্রদানকারী এবং পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে, যারা তার মৃত্যুর জন্য দায়ী।
23অনেকে এই শাস্তিকে “খুবই সামান্য” বলে মনে করছে এবং তারা এর জন্য বিচার পদ্ধতিকে অভিযুক্ত করেছে, কারণ এই বিচার ব্যবস্থায় এই মামলাকে প্রথম স্তরের হত্যার বদলে প্রচণ্ড প্রহারের কারণে একে দ্বিতীয় মাত্রার এক হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করেছে ।
24দৃশ্যত, মিশরের বর্তমান সামরিক শাসন পরিষদের শাসন কার্য দেশটিতে যে প্রান্তিক অবস্থার তৈরি করছে, তার পরিমাণ ক্রমেই বাড়ছে এবং আগামীতে এক সংঘর্ষ অনিবার্য বলে মনে হচ্ছে।
25এই প্রবন্ধটি মিশর বিপ্লব-২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।