Sentence alignment for gv-ara-20120308-19331.xml (html) - gv-ben-20120311-23323.xml (html)

#araben
1السعودية: التغريد حول إضراب البجادي عن الطعامসৌদি আরবঃ আল বাজাদির অনশন ধর্মঘট নিয়ে টুইট করা
2انضم مستخدمو تويتر عرب لزملائهم السعوديين في الكتابة في حملة على تويتر الليلة الماضية حول الوضع الإنساني لمحمد البجادي، الناشط السعودي البالغ من العمر أربعة وثلاثين عاماً والذي اعتقل منذ ما يقرب السنة بدون أي تهم أو محاكمة عادلة والذي بدأ منذ قرابة الأسبوعين إضراباً عن الطعام اعتراضاً على اعتقاله التعسفي.গতরাতে সৌদি নেট নাগরিকরা সম্মিলিত ভাবে ৩৪ বছর বয়স্ক সৌদি একটিভিস্ট মোহাম্মদ বাজাদির দুর্দশার কথা তুলে ধরার জন্য টুইট করা শুরু করে। কোন ধরনের অভিযোগ গঠন এবং কোন ধরনের নিরপেক্ষ শুনানী ছাড়াই তাকে এক বছর ধরে কারাগারে আটক রাখা হয়েছে এবং এই আটকাদেশের বিরুদ্ধে তিনি প্রায় গত দুই সপ্তাহ ধরে অনশন ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।
3الحملة الإلكترونية أتت بعد حملة شبيهة من مستخدمي تويتر البحرينيين، الذين وبمساعدة من مستخدمي تويتر العرب والعالميين، تمكنوا من الوصول بموضوع حملتهم ليكون أحد أكثر المواضيع شيوعاً على مستوى العالم باستخدام الهاشتاج #Hungry4BH الإضراب عن الطعام لأجل البحرين، لتأييد المعتقلين السياسيين وعلى وجه التحديد المدافع عن حقوق الإنسان والناشط عبدالهادي الخواجة، الذي هو مضرب عن الطعام منذ أكثر من ثلاثة أسابيع.গত সপ্তাহে বাহরাইনের নেট নাগরিকরা আরব ও আন্তর্জাতিক টুইটার ব্যবহারকারীদের সহায়তায় অনলাইনে এই উদ্যোগ গ্রহণ করে। রাজবন্দী, মূলত উল্লেখযোগ্য মানবাধিকার কর্মী এবং একটিভিস্ট আবদুল্লাহ খোয়াজার সমর্থনে তৈরি #হাংরি৪(ফর)বিএইচ নামক হ্যাশট্যাগটিকে বিশ্বজুড়ে আলোচিত এক বিষয়ে পরিণত করেছে।
4المؤيدون شاركوا بالمعلومات التالية عن البجادي:
5في العشرين من مارس/آذار 2011، سافر البجادي من القصيم إلى العاصمة الرياض ليساند أهالي المعتقلين في تظاهرتهم (أمام وزارة الداخلية).কারাবন্দী আবদুল্লাহ খোয়াজা গত তিন সপ্তাহ ধরে অনশন ধর্মঘট পালন করে আসছে। সমর্থকরা আল বাজাদির-এর সম্বন্ধে নীচের তথ্য প্রদান করেছেঃ
6برغم كون البجادي ليس على صلة قرابة تربطه بأي من هؤلاء المعتقلين، إلا أنه أظهر تأييده لحرية كل المعتقلين من خلال التظاهر والكتابة في تويتر.২০ মার্চ ২০১১-এ, #আলবাজাদি, সৌদি আরবে অবৈধ ভাবে আটককৃতদের পরিবারের প্রতি সমর্থন প্রদান করার জন্য কাসেম থেকে রিয়াদের উদ্দেশ্য রওনা দেন।
7যদিও #আলবাজাদির কোন আত্মীয় সেখানে আটক ছিল না, তারপরেও তিনি সকল গ্রেফতারকৃতদের সমর্থনে প্রতিবাদ এবং টুইট করেছেন: প্রতিবাদের সময় #আলবাজাদি টুইট করেছিল যে, এক কর্মকর্তা তাকে জিজ্ঞেস করেছিল, তার কোন আত্মীয় কি বন্দী আছে নাকি, তখন সে উত্তর দিয়েছিল বন্দী সকলে আমার পরিবারের একজন।
8البجادي كتب على تويتر أنه وخلال المظاهرة سأله أحد عناصر الأمن عما إذا كان لديه قريب معتقل وأنه رد عليه “كلهم أهلي”.২১ মার্চ ২০১১-এ, যখন #আলবাজাদিকে গ্রেফতার করা হয়, তখন থেকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন অভিযোগ গঠন করা হয়নি বা তার মামলার শুনানী শুরু হয়নি।
9في الحادي والعشرين من مارس/آذار 2011، اعتقل البجادي وحتى هذه اللحظة لم يدان، وقد شوهد وهو يقاد معصوب العينين في محكمة وزارة الداخلية وقد قيدت قدماه بالأصفاد.এমওআই আদালতে এখনো পুরো বিষয়টি অন্ধকারে রয়েছে, তার পায়ে সেকল পরানো। ১২ ফ্রেব্রুয়ারি ২০১২-এ #আলবাজাদি, এই বিচার বহির্ভুত গ্রেফতার/আটকাদেশ-এর বিরুদ্ধে অনশশন ধর্মঘট (#আলবাজাদিহাঙ্গারস্টাইক) আরাম্ভ করেন এবং এখন পর্যন্ত তিনি কোন কিছু খাননি
10في الحادي والعشرين من هذا الشهر، فبراير/شباط 2012، بدأ محمد إضراباً عن الطعام اعتراضاً على معاملته الغير قانونية واعتقاله التعسفي وهو مازال مضرباً حتى اللحظة.এখানে বেশ কিছু টুইট পোস্ট করা হয়েছে যা একটিভিস্ট, সাংবাদিক এবং টুইটার ব্যবহারকারীরা #আলবাজাদিহাঙ্গারস্ট্রাইক- হ্যাশট্যাগ-এর অধীনে করা হয়েছে।
11আল জাজিরার ল্যাটিন আমেরিকা অফিসের প্রধান দিমা খাতিব লিখেছেন:
12في اعتقاله الأخير (اعتقل البجادي مرتين مسبقاً)، وُضع البجادي في الحبس الانفرادي لمدة 4 أشهر قبل أن ينقل للحبس الاعتيادي وهو يحاكم محاكمة سرية لا يتوفر له فيها الاتصال بمحامٍ.@দিমা_খাতিব:মোহাম্মদ আলবাজাদি সৌদি আরবের কারাগারে আটক কারাবন্দীদের অধিকার রক্ষার জন্য লড়ে গেছে, যতক্ষণ না সে নিজেই তাদের একজনে পরিণত হয়েছে। এখন সে অনশন ধর্মঘট পালন করছে।
13هنا بعض من التويتات التي كُتبت تحت هاشتاج #AlbjadyHungers من قبل نشطاء، صحفيين، ومستخدمي تويتر. ديما الخطيب، مديرة مكتب قناة الجزيرة في أمريكا اللاتينية كتبت:সৌদি আরবের একটিভিস্ট ওয়ালেদ আবু খায়ের,কয়েক মাস আগে যার নামে একটা মামলা হয়েছিল, তিনি এই টুইট সহ বেশ কয়েকটি টুইট পোস্ট করেছেন [ আরবী ভাষায়]:
14محمد البجادي دافع عن حقوق المعتقلين في السجون السعودية حتى أصبح واحداً منهم… اليوم هو مضرب عن الطعام@@ আবুআলখায়ের : বর্তমানে আরেক কারাবন্দী আবদুল্লাহ আল খাওয়াজা, কারাগারে আটক আলবাজাদির মুক্তির দাবীতে সোচ্চার ছিলেন।
15الناشط السعودي وليد أبو الخير والذي تعرض للمحاكمة قبل عدة أشهر، كتب عدة تويتات من ضمنها:যখন তিনি ফ্রন্ট লাইন নামক প্রতিষ্ঠানে কাজ করতেন তখন তিনি এই দাবী জানান। পরম করুণাময় তাদের উভয়ের মঙ্গল করুন।
16من أوائل من دافعوا عن البجادي هو الغالي عبدالهادي خواجة إبان عمله في فرونت لاين فرّج الله عنهماআনার ৩য়ারাবিয়া ছদ্মনামের এক সৌদি তরুণী আল বাজাদি এবং অন্য সব কারাদণ্ড প্রাপ্ত নাগরিকদের মধ্যে সম্পর্কের বিষয়টি তৈরি করেছেন:
17فتاة سعودية شابة تكتب تحت اسم “أنا عربية”، تحدثت عن الرابط بين قضية البجادي وبقية المعتقلين:@আনা ৩আরবিয়া :অনলাইনে একজনের উপর মনোযোগ প্রদান করে প্রচারণা, এই বিষয়ে মনোযোগ আকর্ষণের এক কার্যকর উপায়।
18التركيز على شخص واحد في حملة على الإنترنت هي وسيلة فعالة لجلب الاهتمام للبقية.এটা অন্য সব কারাবন্দীদের অবস্থান অস্বীকার বা উপেক্ষা করার বিষয় নয়।
19দাস প্রথা বিরোধী মৌরিতানিয়ার একটিভিস্ট নাসের ওয়েড্ড্যাডি বেশ কয়েকটি টুইটের মাধ্যমে এতে অংশগ্রহণ করেছেন:
20وهو ليس إنكاراً أو تجاهلاً لبقية المسجونين.@ওয়েড্ডাডি: #আলাবাজদিহাঙ্গারস, আরেকটি মাইলফলক স্থাপন করল।
21الناشط الموريتاني في مجال إنهاء العبودية ناصر ودادي شارك بعدة تويتات:এটি কর্তব্যপরায়ণ নুব্জ্য শাসক শ্রেণী বনাম তরুণ সংস্কারপন্থীদের মধ্যে লড়াই
22إضراب البجادي يمثل نقطة مفصلية أخرى في الصراع الدائر بين القوى الحاكمة الاستبدادية والهرمة وبين تيار الشباب الإصلاحيজাফর আলসফর সৌদি আরবের অন্যতম এক টুইটারকারী যিনি সৌদি আরবের দক্ষিনের শহর কাতিফ-এর প্রতিবাদ নিয়ে মূলত টুইট করেছেন, তিনি উল্লেখ করেন:
23جعفر الصفار، الشاب السعودي الذي غالباً ما تكون تويتاته حول التظاهرات في مدينة القطيف في شرق المملكة السعودية لاحظ:@ জেসাফার : আমি খুব কমই আমার স্বদেশী সৌদি নাগরিকদেরএ রকম এক হতে দেখেছি …এবং কি এক কারণে তারা এক হয়েছে :') গালফ সেন্টার ফর হিউম্যান রাইটস -এর খালিদ ইব্রাহিম টুইট করেছে:
24نادراً ما أرى مثل هذا التوافق بين السعوديين على قضية مشتركة..@ খালিদইব্রাহিম : ১২ সৌদি আরবের মানবাধিকার কর্মী আলবাজাদির মুক্তি চাই।
25ويالها من قضية خالد إبراهيم من المركز الخليجي لحقوق الإنسان كتب:এক বছরের অবৈধ কারাবাসের মাঝে ১৩ দিন ধরে সে অনশন ধর্মঘট পালন করে যাচ্ছে।
26الحرية للمدافع السعودي عن حقوق الإنسان محمد البجادي الذي يكمل يومه الثالث عشر من الإضراب عن الطعام بعد سنة من الاعتقال الغير قانوني؟বাহরাইনের একটিভিস্ট আবদুল্লাহ আল খাওয়াজার নির্বাসিত জীবন যাপন কন্যা মরিয়ম আল খাওয়াজা, বাজাদির সমর্থনে টুইট করেছেন:
27@ মারিয়ামআলখাওয়াজা: #আলবাজাদি, অনশন ধর্মঘট পালন করছে, কারণ আমরা যে কেউ গ্রেফতার হতে পারি, কথা বলা, প্রতিবাদ করা অথবা অস্তিত্ব নিয়ে থাকার কারণে যে কোন সময় গ্রেফতার হতে পারি
28ابنة عبدالهادي الخواجة، والناشطة البحرينية التي تعمل من المنفى مريم الخواجة تكتب مؤيدة:এবং তিউনিশিয়ার নাগরিক তোউনিশিয়া হুররা, আলবাজাদি এবং খাদের আদনান -এর মধ্যে এক সম্পর্ক তৈরি করেছেন।
29البجادي مضرب عن الطعام، لأن هذا قد يحدث لأي منّا: نعتقل بسبب التحدث، التظاهر.. الوجود.খাদের আদনান হচ্ছেন এক প্যালেস্টাইনি একটিভিস্ট যে কিনা বেশ কয়েক সপ্তাহ ধরে ধর্মঘট পালন করে আসছে [ আরবী ভাষায়]:
30وتونسية حرة تكتب عن المشترك بين البجادي وخضر عدنان، المعتقل الفلسطيني الذي استمر إضرابه عن الطعام لعدة أسابيع:@ তোউনিশিয়াহুররা :যারা খাদের আদনানকে সমর্থন করছেন, তারা যেন আলাবাজাদিকে ভুলে না যান।
31من ساند خضر عدنان فلن ينسى محمد البجادي ,الاثنان اعتقلا دون تهم ودون محاكمة مع فارق بسيط واحد من المحتل والثاني من نظامهকোন অভিযোগ ছাড়া, কোন বিচার ছাড়াই উভয়ে গ্রেফতার করে রাখা হয়েছে। তবে উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, একজনকে দখলদার বাহিনী বন্দী করেছে, আর আরেক জনকে বন্দী করেছে তার নিজ দেশের শাসক।