Sentence alignment for gv-ara-20110716-12023.xml (html) - gv-ben-20110624-18307.xml (html)

#araben
1سوريا: “يبدو وكأنما في سوريا دولتان منفصلتان تعيشان واقعين مختلفين”সিরিয়াঃ মনে হচ্ছে সিরিয়া আসলে দু'টি রাষ্ট্র-যার রয়েছে দু'টি ভিন্ন বাস্তবতা
2هذا المقال جزء من التغطية الخاصة بثورة سوريا 2011.এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3تم منح قناة سي إن إن تصريحاً رسمياً لدخول الأراضي السورية، وتقوم الصحفية أروى دامون باستخدام تويتر من دمشق وذلك بعد ثلاثة أشهر منذ بدء الثورة التي تنادي بالإطاحة بنظام الأسد.সরকারিভাবে সিএনএনকে সিরিয়ায় প্রবেশের অধিকার প্রদান করা হয়েছে এবং আরওয়া দামন দামেস্ক থেকে এই ঘটনার উপর টুইট করেছে। বিক্ষোভকারীরা সিরিয়ার শাসক আসাদকে ক্ষমতা থেকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করার তিন মাস পরে এই অনুমোদন প্রদান করা হল।
4وقد أغلقت سوريا أبوابها أمام الإعلام العربي والدولي بعد بدء الثورة، فأصبح على العالم أن يختار مابين التقارير الصحفية في وسائل الإعلام الاجتماعية أو التصريحات والتغطية الإعلامية من مسؤولي الحكومة السورية.বিক্ষোভ শুরু হবার পরপরই সিরিয়া, আরব এবং আন্তর্জাতিক প্রচার মাধ্যমের জন্য তার দুয়ার বন্ধ করে দেয় এবং এর ফলে বিশ্বকে সিরিয়ার সংবাদের জন্য সমাজিক প্রচার মাধ্যম অথবা সিরীয় সরকারের কর্মকর্তাদের প্রদান করা সংবাদের উপর নির্ভর করতে হচ্ছে।
5وهنا بعض الانطباعات الأولية لأروى.দামনের প্রাথমিক কিছু মনোভাব এখানে প্রদান করা হল।
6فكتبت هذه التوييتة على تويتر قبل أربع ساعات:চার ঘন্টা আগে ভদ্রমহিলা টুইট করেছেন:
7تم منح قناة سي إن إن تصريحاً رسمياً للدخول إلى سوريا.আনুষ্ঠানিকভবে সিএনএনকে #সিরিয়ায় প্রবেশ করার অনুমতি প্রদান করা হয়েছে। আমি এখন দামেস্কে…।
8أنا الآن في دمشق… متوجهة للقاء المسئول الحكومي الذي سيرافقنا إلى كافة مواقع تبادل النار.সরকারি এই মানসিকতা পোষণ করা ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, যারা সকল কাজে আমাদের সঙ্গ দিয়ে থাকেন।
9وقبل دقائق عديدة أطلعتنا على آخر التحديثات قائلة:কয়েক মিনিট আগে, তিনি আমাদের তাজা সংবাদ প্রদান করেছেন তিনি জানাচ্ছেন:
10قمنا اليوم بزيارة المنطقة المجاورة لدمشق القديمة … وجدنا تقريباً نقيضاً سريالي مقارنةً مع صوراً للمعاناة التي شاهدناها في أجزاء أخرى في سوريا.আজ আমরা পুরোনো দামেস্ক এলাকা ঘুরে দেখলাম…প্রায় যেন এক পরাবাস্তব বৈপরীত্যের দৃশ্য, #সিরিয়ার অন্য প্রান্তে দুর্দশার যে চিত্র আমরা দেখেছি, এ যেন একেবারে তার বিপরীত এক দৃশ্য।
11وتقول دامون أن بعض السوريين غاضبين مما أطلقوا عليه التدخل الأجنبي في شؤون سوريا:দামন বলছে; কয়েকজন সিরীয় নাগরিক, তাদের ভাষায় সিরিয়া পশ্চিমা অগ্রাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ;
12تقدم إلينا مجموعة من السوريين الغاضبين قائلين أن الولايات المتحدة الأمريكية والغرب لا شأن لهم للتدخل في شؤون سوريا.বেশ কিছু নাগরিক ক্ষোভের সঙ্গে আমাদের বলল যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের দেশগুলো #সিরিয়ায় হস্তক্ষেপ করার কিছু নেই।
13وتكمل قائلة:ভদ্রমহিলা এর সাথে আরো যোগ করেছেন:
14تقول الحكومة أنها تستهدف فقط الجماعات المسلحة وتساءل المسئولون لما يركز العالم على عشرات الآلاف من النازحين السوريين بينما قامت الولايات المتحدة الأمريكية بتشريد الملايين في حربها على العراق.সরকার বলছে যে তারা কেবল সশস্ত্র ব্যক্তিদের উপর হামলা চালাচ্ছে এবং কর্মকর্তারা বলছে, কেন বিশ্ব কেবল ১০,০০০ #সিরীয় শরণার্থীর উপর মনোযোগ প্রদান করছে যেখানে ইরাকের উপর যুক্তরাষ্ট্রের দখলদারিত্বে লক্ষ লক্ষ লোক উদ্বাস্তু হয়েছে?
15وترصد الأحداث قائلة:এবং ভদ্রমহিলা পর্যবেক্ষণ করেছেন:
16يبدو وكأنما في سوريا دولتان منفصلتان يعيش فيها الناس بواقعين مختلفين.দেখে মনে হচ্ছে #সিরিয়া এখন দু'টি রাষ্ট্রে যার জনতা দু'টি ভিন্ন বাস্তবতায় বাস করছে।
17وتختم كلامها قائلة:তিনি এ ভাবে উপসংহার টেনেছেন :
18طلبنا أن يأخذونا في يوم الجمعة (غداً) إلى المناطق التي تحدث فيها المظاهرات عادة…لنرى إن كانوا سيأخذوا طلبنا بعين الاعتبار.আমরা কর্মকর্তাদের অনুরোধ করেছি শুক্রবারে (আগামীকাল) আমাদের যেন যে সব এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়, সেখানে নিয়ে যাওয়া হয়…এখন অপেক্ষায় রয়েছি কর্তৃপক্ষ আমাদের এই অনুরোধ অনুমোদন করে কিনা।
19في هذا الاثناء، تستخدم الصحفية رولا أمين من قناة الجزيرة الإنجليزية تويتر بانتظام من سوريا منذ بداية الثورة.#সিরিয়া এদিকে, আল জাজিরা ইন্টারন্যাশনালের রুলা আমিন বিক্ষোভ শুরু হবার পর থেকে সিরিয়া হতে নিয়মিতটুইট করছে ।
20وعلى مايبدو أنه لايوجد حالياً أي صحافة دولية “رسمية” أخرى تستخدم تويتر من مدينة دمشق.দৃশ্যত মনে হচ্ছে এই মুহূর্তে আর অন্য কোন আন্তর্জাতিক সংবাদ সংস্থা দামেস্ক থেকে “আনুষ্ঠানিক ভাবে” টুইট করছে না।