Sentence alignment for gv-ara-20110604-11882.xml (html) - gv-ben-20110605-17824.xml (html)

#araben
1اليمن: أسباب تأخر ظهور صالح!ইয়েমেনঃ সালেহ-এর দেরি করে আসার কারণ!
2هذا المقال جزء من تغطيتنا الخاصة بثورة اليمن 2011.এই প্রবন্ধটি ইয়েমেনের প্রতিবাদ বিক্ষোভ-২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3يعيش مستخدمو تويتر مؤخراً أجواءً من الفرح بسبب وسم الشباك ReasonsSalehIsLate# (أسباب تأخر ظهور صالح) أثناء انتظارهم ظهور الرئيس اليمني علي عبد الله صالح لإلقاء خطابه عقب تصريحات تقول أن الرئيس اليمني قد تعرض لإصاباتٍ إثر الهجوم الذي وقع اليوم على القصر الرئاسي في مدينة صنعاء.#রিজনসালেহলেট (সালেহ-এর দেরি করা আসার কারণ) হ্যাশট্যাগের মাধ্যমে টুইটারকারীরা রসিকতা করছে, মূলত ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ-এর ভাষণ প্রদান করার সময় দেরি করেন এবং তার অপেক্ষায় থাকার সময় টুইটারকারীরা এই কাজটি করে, এই সময় সংবাদ ছড়িয়ে পড়ে যে আজ সানায় রাষ্ট্রপতি প্রাসাদে সংঘটিত হামলার সময় তিনি আহত হয়েছেন। টুটারকারীরা সেই সময় একই রকম এক হ্যাশট্যাগনিয়ে মজা করেছিল।
4فقاموا بتغيير بسيط على الوسم السابق التي ظهر إبّان تأخر كلمة الرئيس المصري السابق حسني مبارك - ReasonsMubarakIsLate#.যখন মিশরের বিতাড়িত রাষ্ট্রপতি হোসনি মুবারক, জাতির উদ্দেশ্যে প্রদান করা ভাষণ দেবার সময় দেরি করেছিলেন - এই হ্যাশট্যাগের নাম ছিল #রিজনমুবারকলেট (যে কারণে মুবারকের দেরি হয়েছিল)।
5فيقول ابن آدم:ইবেন আদম লিখেছে:
6أسباب تأخر الرئيس لأن خبير التجميل مازال يعمل على إخفاء آثار الإصابات على وجهه.#রিজনসালেহলেট, কারণ তার মেকাপ শিল্পী এখনো তার মুখের উপর তৈরি হওয়া ক্ষতের মেকাপ নিয়ে কাজ করছে।
7رئيس اليمن علي عبد الله صالح - تصوير الحكومة الأمريكية - تحت رخصة المشاع العامইয়েমেনের রাষ্ট্রপতি আলি আব্দুল্লাহ সালেহ। ছবি যুক্তরাষ্ট্র সরকারের, পাবলিক ডোমেইনে সহজলভ্য।
8وتقول مروى مازحة:সে আসলে কাট নিচ্ছে ..
9#ReasonsSalehIsLate ميعاد القااااااااااااااااااااااات….একটু অপেক্ষা করুন।
10استنوا شوية #Yemen القات هو نوع من أنواع المخدرات المنشطة يدمن عليها الكثير من اليمنيين وخصوصاً في الشمال.কাট হচ্ছে এক ধরনের উদ্দীপক নেশা, যা ইয়েমেনের অনেক লোকই গ্রহণ করে, বিশেষ করে উত্তর ইয়েমেনের লোকেরা এতে আসক্ত।
11وتُظهر الدراسات [بالإنجليزية] أن نسبة مدمني القات في اليمن تتراوح ما بين 80% عند الرجال و45% عند النساء، حيث قضوا فترات طويلة من حياتهم في مضغ القات يومياً.এক গবেষণা প্রদর্শন করছে যে, ইয়েমেনের ৮০ শতাংশ পুরুষ এবং ৪৫ শতাংশ নারী কাট গ্রহণে অভ্যস্ত, যারা জীবনের লম্বা সময় ধরে প্রতিদিন কাট চিবাতে অভ্যস্ত। আরেকটি টুইটে, সে জানাচ্ছে :
12و تعلق في توييتة أخرى:#রিজনসালেহইজলেট, কারণ সে মৃত….
13لأنه ميت .. بانتظار ظهور بديل له.তার মত দেখতে একজনের আসার অপেক্ষায় রয়েছে #ইয়েমেন
14وتضيف قائلة:ভদ্রমহিলা আরো লিখেছেন:
15#ReasonsSalehIsLate بيغش من خطاب مبارك #Yemen يحاول @Logicker معرفة الأسباب قائلاً:মুবারক তার ভাষণে জনগণকে প্রতারণা করার জন্য যে সমস্ত বাণী লেখা ছিল তিনি আসলে সে গুলো টুকে নিচ্ছেন।
16يقوم بيتقليد مبارك يقلده في الواقع وفي تويتر والدليل أن له نفس الوسم :)@লজিকার এর কারণটি তুলে এনেছে, সে বলছে: #রিজনসালহেইজলেট, তিনি #মুবারকের সমকক্ষ হতে চাইছে, বাস্তব জগতে এবং টুইটার হ্যাশট্যাগের পদের মাঝেও ?
17ويضيف معلقاً:এবংএর সাথে যোগ করেছে:
18يحاول أن يكون صعب المنال كحال حكام العرب الديكتاتوريين.#রিজনসালেহইজলেট, কারণ সে অন্য সব #আরব স্বৈরশাসকদের মত কঠিন এক খেলা খেলছে।
19هذا المقال جزء من تغطيتنا الخاصة بثورة اليمن 2011.এই প্রবন্ধটি ইয়েমেনের প্রতিবাদ বিক্ষোভ-২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ