Sentence alignment for gv-ara-20120313-19504.xml (html) - gv-ben-20120316-23440.xml (html)

#araben
1مع تعرض غزة للهجوم، هاش تاج إسرائيل الإرهابية يتصدر تويتر عالمياًটুইটারে গাজা আন্ডার এটাক – এর সাথে #টেরোরিস্ট ইসরায়েল চাউর
2لم يتوقف الفلسطينيون ولا النشطاء الفلسطينيون عن نشر الأخبار على تويتر من خلال هاش تاج غزة تحت الهجوم #GazaUnderAttack وذلك منذ 9 من مارس/ آذار 2012، يدفعهم لذلك الغارات التي ما زالت مستمرة على قطاع غزة والتي نتج عنها حتى الآن 25 شهيد فلسطيني وجرحت أكثر من 100 بعضهم بإصابات خطيرة.৯ মার্চ, ২০১২ থেকে টুইটারে ফিলিস্তিনি এবং প্যালেস্টাইনের সক্রিয় কর্মীরা #গাজাআন্ডারএটাক সম্পর্কে একটানা খবর ছড়াচ্ছে। খবরটি উস্কে দিয়েছে গাজা ভূ-খণ্ডে চলমান আক্রমণ, যার ফলে এখন পর্যন্ত ২৩ ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন গুরুতর সহ ১০০ জনেরও বেশি আহত হয়েছে।
3وفي يوم 11 من مارس/ آذار، قدم النشطاء هاش تاج جديد لتذكير الناس بالاعتداءات السابقة للجيش الإسرائيلي ضد الشعب الفلسطيني (ليس على قطاع غزة فحسب) واسموه إسرائيل الإرهابية #TerroristIsrael.১১ মার্চ ব্যস্ত সক্রিয় কর্মীরা ফিলিস্তিনি (শুধুমাত্র গাজা ভূ-খন্ড নয়) জনগণের উপর ইজরায়েলি সেনাবাহিনীর পূর্ববর্তী হামলাগুলো মানুষকে মনে করিয়ে দিতে একটি নতুন হ্যাশট্যাগ চালু করে, যার নাম #টেরোরিস্টইজরায়েল।
4أنتشر هذا الوسم على تويتر، حتى تصدر الموقع عالمياً، وأحتل صدارة الأحداث والمواضيع على صفحة اكتشف على تويتر.নতুন হ্যাশট্যাগটি টুইটারে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে, এটি বিশ্বজুড়ে চাউর হয়ে এমনকি টুইটারের আবিষ্কার পাতায় এটি শীর্ষ গল্পে পরিণত হয়।
5هاش تاج إسرائيل الإرهابية يتصدر المواضيع في صفحة اكتشف على تويتر@জালালএকেজোজো: #টেরোরিস্টইজরায়েল টুইটারে ১ নম্বর জনপ্রিয় গল্প
6تنوع محتوى التغريدات على تويتر المتعلقة بهذا الوسم.এই হ্যাশট্যাগ ব্যবহার করা টুইটের বিষয়বস্তু বিভিন্নরকম।
7تضمنت بعض التغريدات إحصائيات ومعلومات:কিছু কিছু টুইটে তথ্য ও পরিসংখ্যান রয়েছে:
8رفضت إسرائيل الإرهابية حق ملايين الفلسطينيين في العودة لوطنهم.@মেডইননাবলুস:#টেরোরিস্টইজরায়েল লক্ষ লক্ষ ফিলিস্তিনির স্বদেশ প্রত্যাবর্তনের অধিকার অস্বীকার করেছে।
9واحد من كل 3 ملاجئ حول العالم فلسطيني.বিশ্বব্যাপী প্রতি ৩ জন উদ্বাস্তুর ১ জন ফিলিস্তিনী। …..
10…أو ذكرت هجمات سابقة:অথবা পূর্ববর্তী আক্রমণের উল্লেখ করেছে:
11@MarahMajed: ضرب مدارس قطاع غزة اثناء الحرب بالصواريخ و الفسفور المحرم دولياً والتي كانت تمتلىء بالمدنيين الغزيينযুদ্ধে বোমাবর্ষণের সময় গাজা ভূ-খন্ডের স্কুলগুলো মিসাইল এবং বেসামরিক নাগরিকে পরিপূর্ণ।
12…بينما تضمنت تغريدات أخرى صور قوية:এতে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ফসফরাস ব্যবহৃত।
13قد تكون أختك، أو أختي!#টেরোরিস্টইসরায়েল
14تلتقط إسرئيل الإرهابية الصور وترعب الطلبة في غزة وفلسطين…… আবার অন্যান্য টুইটগুলোতে শক্তিশালী ছবি রয়েছে::
15يقف الجنود الإسرائيليين مع فتاه فلسطينية شابة كرهينة.@আন্জুমকিয়ানি: হতে পারে আপনার বোন, আমার বোন!
16…كذلك الكثير من التغريدات العاطفية والمساندة والداعمة بلغات مختلفة :#টেরোরিস্টইজরায়েল ছবি তোলে এবং ছাত্রদের ভয় দেখায় #ফিলিস্তিন #গাজা-তে
17سيجد العالم السلام عندما يتحرر الفلسطينيون ويتم الاعتراف بدولتهم.একজন তরুণ ফিলিস্তিনি বন্দির সাথে ইজরাইলি সৈন্যরা।
18تحيا فلسطين، تحيا غزة، يحيا السلام!…বিভিন্ন ভাষায় আরো অনেক আবেগপ্রবণ এবং সমর্থনসূচক টুইটের কথা বলাই বাহুল্য:
19كان يعتقد العديد من مستخدمي تويتر بعملية حجب للتغريدات والمواضيع المناصرة لفلسطين دائماً ومنعها من أن تتصدر الموقع عالمياً، لذلك تفاجؤوا بالنجاح في هذه المناسبة.প্যালেস্টাইন যখন মুক্ত এবং একটি দেশ হিসেবে স্বীকৃত হবে তখন বিশ্ব শান্তি খুঁজে পাবে। প্যালেস্টাইন জিন্দাবাদ, গাজা জিন্দাবাদ, শান্তি জিন্দাবাদ!
20دُهشت لتصدر هاش تاج إسرائيل الإرهابية، لم أعتقد أن تويتر سيتيح الأمر ويدعه يحدثঅনেক টুইটার ব্যবহারকারী মনে করতেন যে সবসময় প্যালেস্টাইনের অনুকূল বিষয় সেন্সর এবং বিশ্বব্যাপী ট্রেন্ডিং প্রতিরোধ করা হয়।
21مع ذلك، لا تعد تلك المرة الأولى التي يتصدر فيها هاش تاج فلسطيني موقع تويتر عالمياً.তাই এবারের সাফল্যে তারা বিস্মিত। @ওয়াফাএফটি: সত্যি সত্যি #টেরোরিস্টইজরায়েল চাউর (ট্রেন্ডিং) হওয়াতে তারা স্তম্ভিত এবং টুইটার এটা ঘটতে দিবে বলে মনে করেনি
22منذ عدة أسابيع قليلة، لفت النشطاء الانتباه تجاه قضية المسجون الفلسطيني خضر عدنان.তবে বিশ্বব্যাপী চাউর হওয়া এটা প্রথম কোন ফিলিস্তিনি হ্যাশট্যাগ নয়।
23تم إنشاء هاش تاج مختلف كل يوم لقضيته وكان الوسم يتصدر الموقع عالميا كل يوم.মাত্র কয়েক সপ্তাহ আগে টুইটারে সক্রিয় কর্মীরা ফিলিস্তিনী বন্দী খাদের আদনান-এর বিষয়টি প্রচার করেছিল।
24তার বিষয়ে দৈনিক একটি করে প্রতিদিন ভিন্ন ভিন্ন হ্যাশট্যাগ তৈরী হতো এবং প্রতিদিনই যে কোন প্রকারে বিশ্বব্যাপী চাউর হয়ে যেত।
25نفس الأسلوب يستخدم الآن للدفاع عن هناء شلبي، التي تخوض إضراب مفتوح عن الطعام لليوم ال24.বর্তমানে হানা শালাবির অনশন ধর্মঘটের ২৪তম দিনে তার পক্ষে প্রচারণার জন্যে একই পদ্ধতি ব্যবহৃত হচ্ছে।