Sentence alignment for gv-ara-20120322-19951.xml (html) - gv-ben-20120320-23621.xml (html)

#araben
1سوريا: عندما يسقط الأسدসিরিয়া: আসাদের পতন হলে
2هذا المقال جزء من تغطيتنا الخاصة لـثورة سوريا.এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সিরিয়ার বিক্ষোভ ২০১১-এর অংশ।
3مثل كل العرب المحتجين على أنظمتهم الديكتاتورية، يحمل السوريون آمال وإلهامات كثيرة عن الحياة بعد الإطاحة بديكتاتورهم بشار الأسد.স্বৈরশাসকদের বিরুদ্ধে প্রতিবাদ রত অন্যান্য সব আরবদের মতোই বাশার আল আসাদের পতন হলে সিরিয়াবাসীর জীবনের প্রতি অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে।
4على تويتر، يتشارك السوريون أحلامهم تحت وسم WhenAssadFalls# (عندما يسقط الأسد)টুইটারে তারা #আসাদেরপতনহলে হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের স্বপ্ন ভাগাভাগি করে নিচ্ছেন।
5للسورية ليلى كريم، الحلم شخصي:সিরীয় করিম লায়লার স্বপ্নটি একান্তই ব্যক্তিগত:
6عندما يسقط الأسد سأتمكن من رؤية أمي العزيزة مرة ثانية.@করিমলায়লা: #আসাদেরপতনহলে আমি আমার প্রিয় মাকে আবার দেখতে পাবো।
7زينب تريد أن ترى البسمة على وجوه الأطفال:জয়নাব শিশুদের মুখে হাসি দেখতে চান:
8عندما يسقط الأسد أريد أن أعطي لعبة لكل طفل من أطفال الشهداء!@_জাজো_: #আসাদের পতন হলে আমি সমস্ত শহীদের সন্তানদের প্রত্যেকের জন্যে একটি করে খেলনা চাই!
9حتى وإن كان الهدف رسم الابتسامة لدقيقة فقط.হয়তো এটা তাদের মুখে শুধু ১ মিনিটের জন্যে হাসি ফোটাবে #সিরিয়া
10وTHE_47th يريد أن يأخذ بالثأر من رجال الدين، يلومهم على انتشار الطائفية بين السوريين.আর ৪৭তমটি সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেয়ার জন্যে সিরীয়দের মধ্যে যারা ধর্মবাদী তাদের উপর প্রতিশোধ নিতে চান:
11عندما يسقط الاسد سأطارد الشخصيات الدينية..@দি_৪৭তম: #আসাদের পতন হলে আমি ধর্মীয় ব্যক্তিত্বের পিছনে লেগে থাকবো।।
12لن يفلت أحد.কেউই পার পাবে না
13في حين، “الحرية السورية” يطعن برقابة الإنترنت في سوريا.ইতোমধ্যে সিরীয় স্বাধীনতা সিরিয়ার ইন্টারনেট সেন্সরশিপ ও নজরদারীর প্রতি উদ্যত হন।
14يقول بحزن:তিনি অনুযোগ করেন:
15عندما يسقط الأسد من سيحكم سوريا؟ نشطاء فيسبوك، هيئة التنسيق المحلية، الجيش السوري الحر، أم معارضة الخارج.@সূরিমাদসূস: তাহলে #আসাদেরপতনহলে কে #সিরিয়া'র ফেসবুক কর্মী, এলসিসি, এফএসএ, অথবা বিদেশী বিরোধীদের নিয়ন্ত্রণ করবে???
16وحذر أبو حاتم:আবু হাতেম সাবধান করেছেন:
17عندما يسقط الأسد العديد من المشاكل ستظهر خلال انتقال الحكم، أصعب من تونس، ليبيا ومصر مجتمعين.@আবুহাতেম: #আসাদেরপতনহলে ক্রান্তিকালে সম্মিলিতভাবে তিউনিসিয়া, লিবিয়া, মিশরের চেয়ে কঠিন বিশাল বড় বড় সব সমস্যার উদ্ভব হতে থাকবে।
18وذكرنا ميشيل شمسي:আর মিশায়েল শামসি আমাদের স্মরণ করিয়ে দেন [আরবী ভাষায়]:
19@মিশায়েল_শামসি: বাশার অতীত এবং ইতিহাসের পাতায় অভিশপ্ত হয়ে যাবেন
20@Mishael_Shamsi: سيكون بشّار ماضياً تلعنه كتب التاريخ ! ‬#WhenAssadFalls‪এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সিরিয়ার বিক্ষোভ ২০১১-এর অংশ।