Sentence alignment for gv-ara-20110926-14131.xml (html) - gv-ben-20110926-20241.xml (html)

#araben
1السعودية: انضمام النساء لمجلس الشورى أخيراًসৌদি আরব: শুরা কাউন্সিলে নারীদের যোগদানের অনুমতি প্রদান করা হয়েছে
2سيتم منح النساء السعوديات، اللاتي لا يستطعن القيادة في بلدهن، الحق في أن يصبحن عضوات في مجلس الشورى - الذي يضم 150 عضواً استشارياً - وهو هيئة إستشارية لها صلاحيات محدودة في الحكومة والتشريع.সৌদি নারী, যাদের নিজ দেশে গাডি চালানোর অনুমতি নেই, এখন তারা দেশের ১৫০ সদস্যের উপদেষ্টা পরিষদ বা শুরা কাউন্সিল- এর সদস্যপদের অনুমতি লাভ করেছে। এটি একটি উপদেষ্টা মূলক পরিষদ, যার সরকার এবং আইনসভায় সামান্য ক্ষমতা রযেছে।
3المنصب هو عن طريق التعيين الملكي فقط.কেবল মাত্র বাদশাহ এই পরিষদের সদস্যদের নির্বাচিত করে থাকেন।
4كما سيسمح لهن بترشيح أنفسهن والتصويت في إنتخابات المجالس البلدية.আর এর মাধ্যমে তারা পৌর পরিষদে নিজেদের মনোনয়ন লাভের যোগ্যতা অর্জন এবং ভোট প্রদানের অনুমতি লাভ করে।
5إيمان القحطاني تنشر الخبر بعد إعلان العاهل السعودي الملك عبدالله بن عبدالعزيز.সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুলআজিজ-এর ঘোষণার পরপরই, ইমরান আলখাতামি এই সংবাদটি প্রকাশ করেন:
6سيتم منح النساء الحق في أن يصبحن عضوات في مجلس الشورى ابتداءاً من العام المقبل.@ইমাকিউএইচ: আগামী বছর থেকে শুরা কাউন্সিলে নারীদের সদস্য পদ লাভের অধিকার নিশ্চিত করা হবে। #কিংশোহরা#সৌদি :
7الأوامر الملكية تعني أن على النساء الانتظار سنتين حتى يتعين في المجلس وأربع سنوات حتى يشاركن في الانتخابات البلدية@ইমাকিউএইচ:#শোহরাওমেন, শুরা কাউন্সিলে নারীদের সদস্যপদ লাভের এই রাজকীয় এই আদেশের অর্থ হল কাউন্সিলের সদস্যপদ লাভের জন্য আরো ২ বছর এবং পৌরসভার নির্বাচনে অংশগ্রহণের অংশগ্রহণের জন্য আরো ৪ বছর অপেক্ষা করতে হবে।
8التطور الذي سيسري مفعوله العام المقبل، استقبل بالفرح من قبل مستخدمي الإنترنت.এই অর্জন, যা আগামী বছর থেকে কার্যকর হতে যাচ্ছে, নেট নাগরিকরা তাকে উল্লাসের সাথে স্বাগত জানিয়েছে।
9وهيب الدخيل أسهم بهذه الصورة لنساء سعوديات يهنأن أنفسهن بعد منحهن الحق في أن يصبحن عضوات في مجلس الشورى في بلدهن.সৌদি শুরা কাউন্সিলে নারীদের যোগদানের অনুমতি প্রদানের ঘটনায়, দেশটির নারীদের একে অন্যকে অভিনন্দন জানানোর এই দৃশ্যটি ওয়াহিব আলদাকেল আমাদের প্রদর্শন করছেন।
10وهيب الدخيل أسهم بهذه الصورة لنساء سعوديات يحيين بعضهن خارج مجلس الشورى.ওয়াহিব আলদাকেল, শুরা কাউন্সিলের বাইরে নারীদের একে অন্যকে অভিনন্দন জানানোর এই দৃশ্যটি প্রদর্শন করছেন।
11@waheeeb: #KingShora صوره معبره من قلب الحدث yfrog.com/medpityj@ওয়াহিব :এটি ঘটনার অন্তঃস্থল থেকে তুলে আনা দৃশ্যের ছবি।
12يزيد المقرن يجيب:ইয়াজিদ আল মোগরেন এই ঘটনায় এ ভাবে সাড়া দিয়েছেন:
13@Yazeed143:قرار الملك : صفعه في وجه كل من كان جسده في السعودية وعقله في تورا بورا .@ইয়াজিদ১৪৩ : বাদশাহর এই সিদ্ধান্ত তাদের জন্য এক চপেটাঘাত, যাদের শরীর এখানে আর মস্তিষ্ক তোরাবোরা নামক পর্বতমালায় ছিল।
14#KingShora وتتعهد السعودية مي الشريف:সৌদি নাগরিক মাই আল শারিফ অঙ্গীকার করছে:
15@Maialshareef: والله ما اكون مي بنت محمد ان ما وصلت للشورى و اخذت حقي و حق امي و بنات بلدي بنفسي@মাইআলশারিফ: আমি স্রষ্টার নামে অঙ্গীকার করছি যে আমি মাই নামের কোন নারী নই, আমি মোহাম্মদের কন্যা, যদি আমি শুরা কাউন্সিলের সদস্যপদ লাভ না করতে পারি, তাহলে দাবী করব যে, আমার দ্বারা, আমার দেশের মাতা এবং কন্যাদের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
16اجتمع القرار مع انتقادات نحو سياسة السعودية تجاه النساء والرجال أيضاً.সৌদি আরবের নারী এবং পুরুষের বেলায় যে নীতি, তার ক্ষেত্রে এই সিদ্ধান্তও সমালোচনার সাথে গৃহীত হয়েছে।
17ويرثي السعودي أحمد العمران:সৌদি নাগরিক আহমেদ আল ওমরান শোক প্রকাশ করছে:
18@ahmed: Shoura Council is still unelected, and municipal councils are powerless, but women participation is an important progress.@আহমেদ : নির্বাচনের মাধ্যমে শুরা কাউন্সিলের সদস্যপদ নির্ধারিত হয় না এবং মিউনিসিপাল কাউন্সিল ক্ষমতাহীন, কিন্তু নারীদের এতে অংশগ্রহণ তারপরেও এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। #সোউদি আরব # কিংশোহরা
19#Saudi #KingShoraলো-কে কুইপস (টুইট করেছে):
20لا يزال مجلس الشورى غير منتخب، والمجالس البلدية عاجزة، لكن مشاركة النساء تقدم هام. لا استطيع أن أعجب بحق قد سلب، ثم أرجع مرة أخرى كهدية@লো_কে : আমি সত্যি এর প্রশংসা করতে পারছি না এই কারণে, যে এক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং তার বদলে উপহার হিসেবে নতুন এক প্যাকেজ প্রদান করা হয়েছে… #কিংশোহরা #সৌদিআরাবিয়া
21ويضيف الفلسطيني يوسف منيرএবং ফিলিস্তিনি নাগরিক ইউসেফ মুনায়ের এর সাথে যোগ করেছে:
22إذاً فقد انضمت السعودية أخيراً الى بدايات القرن الماضي؟@ইউসেফমুনায়ের:অবশেষে সৌদি আরব শেষ শতকের শুরুতে তা সম্পন্ন করল?
23إنه انتصار كبير للمرأة السعودية، ولكن يبقى السؤال في أذهان الكثير من مستخدمي الإنترنت:সৌদি নারীদের জন্য এটা এক বিশাল জয় কিন্তু অনেক নেট নাগরিকদের মস্তিস্কে প্রশ্ন রয়ে যাচ্ছে:
24مبروك للنساء السعوديات الحصول على حق التصويت، لكن من سيوصلهم إلى اللجان الانتخابية؟@জেইনোবিয়ায়: ভোটের অধিকার অর্জনে সৌদি নাগরিকদের অভিনন্দন, কিন্তু নিবার্চন কমিটিতে তাদের পরিচালিত করবে কে।