Sentence alignment for gv-ara-20080429-716.xml (html) - gv-ben-20080501-842.xml (html)

#araben
1مصر: عندما ينام الدين مع السياسةমিশর: যখন ধর্ম আর রাজনীতি একসাথে ঘুমায়
2المدونة المصرية زينوبيا تهاجم البابا شنودة الثالث في إحدى تدويناتها هنا, بسبب خطابه في عيد الفصح هذا العام.মিশরীয় ব্লগার জেয়নোবিয়া তার সাম্প্রতিক এক লেখায় মিশরের পোপ তৃতীয় শেনুডাকে কড়া ভাবে সমালোচনা করেছেন এই বছরের তার ইস্টার উৎসবে প্রদত্ত ভাষণের জন্য:
3ما أزال أحس بالحزن والغضب مما فعله وقاله البابا شنودة هذا الفصح بصلاته لمبارك بطول العمر!!আমার এখনো দু:খ আর রাগ হয় যখন ভাবি পোপ শেনুডা এই ইস্টারে কি বলেছেন আর মোবারাকের দীর্ঘ জীবনের প্রার্থনা করেছেন!!
4وتحذير أتباعه من الاستماع لهؤلاء المخربين على الانترنت الذين سيذهبون إلى النار!!؟؟আর তার লোকদের সাবধান করে দিয়েছেন ইন্টারনেটে ধ্বংসাত্মক কথা শোনা থেকে বিরত থাকতে কারন তাদের জাহান্নামে পাঠানো হবে!!??
5وتتابع:তিনি আরো বলেছেন:
6هذا شيء عادي بالنسبة للمسلمين, أنا أعرف من وقت طويل أن خطب الامام في جامع حينا يتم الموافقة على من قبل الأمن, لذل لا أهتم كثيراً لما يقوله, بغض النظر عن ان رجال الدين في الاسلام ليس لديهم هذه القدسية كرجال الدين في المسيحية.কোন মুসলমান নেতার কাছ থকে এমনটি শোনা অবাস্তব কিছু নয়, আমি দীর্ঘদিন থেকে জানি যে ইমামের মসজিদে দেয়া বক্তৃতা নিরাপত্তা দপ্তর দ্বারা ছাড় দেয়া হয় প্রথমে, তাই তারা কি বলল তাতে আমরা বেশী গুরুত্ব দেই না, আর এটা বলার তো দরকার ই নেই যে ইসলামে ধর্মীয় নেতারা খ্রীষ্ট ধর্মীয় ব্যক্তির সমান ধর্মীয় মর্যাদা পায় না।
7ولكن أن يأتي شخص كالبابا شنودة بمركزه ويقول هذه التفاهات حول مستخدمي فيس بوك الذين سيحترقون في النار, يعني اننا بحاجة إلى موقف هنا.কিন্তু পোপ শেনুডার মতো একজন তার অবস্থানে থেকে এই ধরনের ফালতু কথা বলে গেলেন ফেসবুকারদের সম্পর্কে যে তারা জাহান্নামে পুড়বে, তাহলে আমাদের অবশ্যই প্রতিবাদ করা উচিত।
8وتنهي تدوينتها بـ:তিনি তার লেখা শেষ করেছেন এই বলে:
9ليس هناك أي عذر للبابا شنودة أو لشيخ الأزهر, في الحقيقة, سأتجرأ وأقول أنهم يجب أن يخافوا الله لا الرئيس.আমার মনে হয় না যে পোপ বা আল- আজহার (বিশ্ববিদ্যালয়ের) শেখের এ নিয়ে কোন ওজর থাকতে পারে বরং আমি সাহস করেই বলব যে তাদের প্রেসিডেন্টকে ভয় না পেয়ে প্রভুকে ভয় পাওয়া উচিৎ।
10الناشطين على الانترنت والمدونات واستخدام فيس بوك تواجه في الآونة الأخيرة هجوماً من المسؤولين المصريين, بعد الاضرابات الوطنية في 6 نيسان التي بلغت ذروتها في ثورة عمال المحلة.সাইবার এক্টিভিজম, ব্লগিং আর ফেসবুকের ব্যবহার সম্প্রতি মিশরীয় কর্মকতাদের নজরে এসেছে কারন অভিযোগ রয়েছে গত ৬ই এপ্রিল দেশব্যাপী এক ধর্মঘট যা মাহাল্লা শ্রমিকদের বিদ্রোহের সাথে মিলে গিয়েছিল তা অনলাইন থেকে শুরু হয়েছে।
11العديد من المدونين ومؤسس مجموعة فيس بوك المسماة “6 نيسان” كانوا بين المحتجزين من قبل السلطات في يوم الاضراب والأيام التي تلته.বেশ কিছু ব্লগার আর ‘এপ্রিল ৬' নামে ফেসবুকের প্রতিষ্ঠাতাও ছিলেন ওইদিন আর পরবর্তী কয়েক দিনে কয়েক শত গ্রেপ্তারকৃত কর্মী, রাজনীতিবিদ আর পথিকদের মধ্যে।
12ولكن مع هذا, ففي الحقيقة أنه ليست مجموعة فيس بوك من كان وراء الاضراب ومطالبة العمال بأجور أعلى ورواتب أعلى لمواجهة نفقات المعيشة المتزايدة.কিন্তু বাস্তবতা হল যে ফেসবুকের ওই দল ধর্মঘটটি করায় নি বরং শ্রমিকরা বেশী বেতন যার মাধ্যমে তারা ভালোভাবে বাঁচতে পারে তার দাবিতে করেছিল।