Sentence alignment for gv-ara-20120726-24242.xml (html) - gv-ben-20120731-29590.xml (html)

#araben
1موريتانيا: دبلوماسي يضرم النار في نفسهমৌরিতানিয়া: কূটনীতিবীদ নিজেকে আগুনে প্রজ্বলিত করেছে
2أقدم الدبلوماسي الموريتاني الحسن ولد آبه، والذي كان يعمل مستشارا في سفارة موريتانيا بدولة الكويت، على إضرام النار في جسده في مقاطعة “لكصر” شمالي العاصمة الموريتانية نواكشوط وذالك قبل دقائق من وقت الإفطار.ইফতারের (রমজান মাসে রোজা ভাঙ্গার সময়) মাত্র কয়েক মিনিট আগে, কুয়েতে অবস্থিত মৌরিতানিয়া দূতাবাসের উপদেষ্টা হিসেবে কর্মরত কূটনীতিবিদ হাসান ওউলাদ আবা [আরবি ভাষায়] দেশটির রাজধানী নোয়াকোচট-এর উত্তরে অবস্থিত কাসর জেলায় নিজের গায়ে আগুন ধরিয়ে দেন [আরবী ভাষায়]।
3وبعد إقدام الدبلوماسي على إضرام النار في نفسه جاءت سيارة إسعاف لتنقله إلى المستشفى إلا أنه فارق الحياة عند وصوله إلى المستشفى.একটি অ্যাম্বুলেন্স দ্রুত তাকে উদ্ধার করতে যায়, কিন্তু হাসপাতালে আনার পথে তিনি মৃত্যুবরণ করেন। এই বিষয়টি উল্লেখ করা প্রয়োজন যে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে এভাবে আত্মহত্যার ঘটনা এটাই প্রথম নয়।
4দুই বছর আগে নিজের গায়ে আগুন ধরিয়ে বোয়াজিজির আত্মহত্যার ঘটনার পর, ইয়াকুব ওউলদ দাহুদ [আরবী ভাষায়] নামক মৌরিতানিয়ার এক নাগরিক তার ব্লগে মৌরিতানিয়ার পরিস্থিতির সমালোচনা করে একটি বার্তা লিখে যাওয়ার পর দেশে সংঘঠিত অন্যায়ের প্রতিবাদে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়।
5تجدر الإشارة إلى أن هذه ليست حالة الانتحار الأولى عن طريق إضرام النار في الجسد فقبل عامين وبعد إحراق” البوعزيزي” لنفسه أقدم المواطن الموريتاني”يعقوب ولد د حود“على إضرام النار في جسمه احتجاجا على الظلم وترك وصية على مدونته تنتقد الوضع في موريتانيا.প্রচার মাধ্যম সুত্র থেকে সংবাদ পাওয়া গেছে যে এই কূটনীতিবিদ হতাশায় ভুগছিলেন কারণ মৌরিতানিয়ার সরকার কর্মস্থলের বাইরে তার ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল এবং তার স্থলে এমন একজন কূটনীতিবিদকে পাঠায়, যার না ছিল ডিগ্রি, আর না ছিল যোগ্যতা। তবে অন্য সব সূত্র বলছে কূটনীতিবিদেরা পরিবার জানাচ্ছে তিনি প্রচণ্ড মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। .
6وقالت مصادر إعلامية أن الدبلوماسي كان منزعجا من منع النظام الموريتاني له من السفر الى مكان عمله واستبداله بموظف دبلوماسي حديث لا يملك أي شهادة، أو مؤهل علمي.এদিকে মৌরিতানিয়ার একদল কূটনীতিবিদ, বেসরকারী কূটনৈতিক ব্যবস্থা নিয়ে তৈরী করা খসড়া আইনের ব্যাপারে তাদের শঙ্কা ব্যক্ত করেছে, যা কিনা শীঘ্রই প্রয়োগের আশা করা হচ্ছে।
7إلا أن مصادر إعلامية اخرى قالت أن أهل الدبلوماسي قالوا أنه كان يعاني من اضطرابات نفسية شديدة.পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীদের এখানে থেকে সরিয়ে নেওয়া এবং তাদের অবস্থান প্রান্তিক করে ফেলার বিষয়টির তারা সমালোচনা করেছে।
8وكان بعض الدبلوماسيين الموريتانيين قد عبروا عن استيائهم من مشروع النظام الخاص بالدبلوماسيين المهنيين الذي من المتوقع أن يصدر قريبا.একই সাথে তারা মন্ত্রণালয়ে কর্মচারী নিয়োগে আবার “দূর্নীতি এবং স্বজন প্রীতি” শুরু করার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীদের অভিযুক্ত করছে।
9وانتقدوا إقصاء وتهميش موظفي وزارة الخارجية، كذالك انتقدوا النهج الغير السليم المتبع في وزارة الخارجية واتهموا مسؤولي الوزارة بإجراء تعيينات تكرس مسلك “الفساد والمحسوبية”.নিজের গায়ে আগুন ধরিয়ে এই ভাবে আত্মহননের ঘটনা টুইটার ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করেছে, যারা এই ঘটনার প্রতি তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে। মাজিদি আহমেদ লিখেছে [আরবী ভাষায়]:
10@মাজেদএমআর: টুইটার ব্যবহারকারীরা আজ সন্ধ্যায় একজন কূটনীতিবিদ-এর নিজের আগে আগুন ধরিয়ে দেওয়ার সংবাদ দিয়ে তাদের রোজা ভঙ্গ করেছে এবং সরকারের চলতে থাকা কেলেঙ্কারির বিষয়ে তারা আল্লাহ্‌র কাছে হাত উঠিয়েছে যেন তিনি তাদের রোজায় পথ প্রদর্শন করেন এবং রোজা ভাঙ্গার জন্য তাদের খাবার সরবরাহ করেন।
11شد حادث احراق الدبلوماسي الموريتاني انتباه المغردين الموريتانيين وتفاعلوا معها بقوة، حيث كتب مجدي أحمد:তিনি এর সাথে যোগ করেছেন: @মাজেদএমআর:জ্বালানী তেলের দাম ক্রমশ বাড়তে থাকা সত্ত্বেও, বিষয়টি কিছু নাগরিককে নিজেদের জ্বালিয়ে দেওয়া থেকে বিরত রাখতে পারছে না।
12@mejdmr شياب تويتر الليلة أفطرو علي إشعال ديبلوماسي للنار في نفسه وبعض فضائح الحكومة التي لاتنتهي… الحمد لله الذي هداهم فصامو ورزقهم فأفطرو وأضاف:তিনি একই সাথে মৌরিতানিয়ার রাষ্ট্রপতি মোহাম্মেদ ওউলদ আবদেল আজিজ-এর ভাষণের প্রতি ইঙ্গিত প্রদান করেন, যে ভাষণে রাষ্ট্রপতি বলেছিলেন, যে সমস্ত তরুণ নিজেদের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ইচ্ছে পোষণ করে তাদের তিনি তেল সরবরাহ করতে রাজি।
13@mejdmr رغم الزيادة المتواصلة في أسعار المحروقات، إلا أن ذالك لم يمنع بعض المواطنين من إضرام النار في أنفسهم !!@মাজেদএমআর: যে সমস্ত নাগরিকরা নিজেদের আগুনে জ্বালিয়ে দিতে ইচ্ছুক রাষ্ট্রপতি ওউলদ আব্দে আজিজ তাদের প্রয়োজনীয় দাহ্য পদার্থ সরবরাহ করার প্রতিশ্রুতি প্রদান করেছেন!
14كذالك تطرق لحديث قد قاله الرئيس الموريتاني بأنه مستعد لاعطاء البنزين لكل شاب يريد حرق نفسه:২৫ ফেব্রুয়ারির আন্দোলন, মৌরিতানিয়ার স্বয়ং নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহনন-এর মত ঘটনা নিয়ে আলোচনা করেছে:
15@mejdmr ولد عبد العزيز كان قد قطع وعدا علي نفسه بتوفير المواد المشتعلة اللازمة لأي مواطن يرغب في إشعال نفسه!@এম২৫ফেব: : দুর্দশা অথবা হতাশা, অথবা উভয়ের কারণে মৌরিতানিয়ায় ধারাবাহিকভাবে নিজের গায়ে অগ্নি প্রজ্বলন-এর মাধ্যমে আত্মহননের ঘটনার দ্বারা আরেকজন নাগরিক পৃথিবী থেকে বিদায় নিলেন।
16وتحدثت حركة 25 فبراير على تويتر عن ظاهرة الانتحار بالنار في موريتانيا:দয়া করে নিজেকে জ্বালিয়ে দেওয়ার বদলে নির্যাতনকারীদের জ্বালিয়ে দিন।
17@m25fev وفاة موريتاني أحرق نفسه في مسلسل الاحتراق الذاتي جراء البؤس أو اليأس أو هما معا رجاءا أحرقوا الظالمين بدل احراق انفسكم
18كذالك طالب محمد ولد سيد أحمد بعدم توظيف القضية سياسيا:মোহাম্মদ ওউলাদ সিদ'আহমেদ অনুরোধ জানিয়েছেন যেন ঘটনার রাজনৈতিক অপব্যবহার না হয়:
19@med_sidahmed اذا كان الرجل اضرم النار في نفسه نتيجة اضطرابات نفسية فالمرجو احترام شعور عائلته بعدم توظيف الحادثة سياسيا.@মেদ_সিদআহমেদ:দয়া করে তার পরিবারে প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন এবং যেহেতু মানসিক সমস্যার কারণে সে নিজে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে তাই দয়া করে এই ঘটনাটিকে ব্যবহার করবেন না।
20انا لله وانا اليه راجعون.আমরা স্রষ্টার অধীন এবং আমাদের সেই স্রষ্টার কাছে ফিরে যেতে হবে।
21وذكر الناشط سيدي ولد محمد لمين قال أنه لا يصدق أنه مضطرب نفسيا:একটিভিস্ট সিদি ওউলাদ মোহাম্মদ বলেন, তিনি বিশ্বাস করেন না যে উক্ত কূটনীতিবিদ মানসিক সমস্যা ভুগছিলেন:
22@sidimedlemin لا أثق أن ولد آبيه بالأمس لم يكن في كامل قواه العقلية..@সিদিমেদলিমিন: যে সংবাদ দাবী করা হয়েছে যে গতকাল ওউলাদ মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছিল, আমি তা বিশ্বাস করি না।
23لقد وجدت شابا كلمه قبل قليل من إضرام النار في نفسهনিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার কিছুক্ষণ আগে যে তরুণের সাথে তার কথা হয়েছিল, সেই তরুণের সাথে আমার সাক্ষাৎ হয়েছে।