Sentence alignment for gv-ara-20090627-2033.xml (html) - gv-ben-20090605-3288.xml (html)

#araben
1الهند: منظورات عن النشأة في الهندভারত: ভারতে বেড়ে ওঠার সময় তৈরী হওয়া দৃষ্টিভঙ্গি
2شعار أدوبي لأصوات الشبابএ্যাডোব ইয়োথ ভয়েস লোগো
3এ্যাডোব ইয়োথ ভয়েস অনুষ্ঠানকে ধন্যবাদ, বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণদের এতে অডিওভিজুয়াল বা ছবি তৈরীর যন্ত্রপাতি নিয়ে পরীক্ষা করার সৌভাগ্য এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে গল্প বলার সুযোগ হয়েছে।
4যেমন ভারতের ক্ষেত্রে, সেখানে বিভিন্ন স্কুল ও বস্তির তরুণরা ভিডিও তৈরি করেছে।
5যে বিশ্ব তাদের ঘিরে রেখেছে সেই বিশ্বকে দেখানোর জন্য এবং ভিডিওতে তারা তাদের চিন্তা ভাবনা এবং সচেতনতা তুলে ধরেছে।
6يتمتع الشباب الآن في مناطق متفرقة من العالم، بفضل أدوبي لأصوات الشباب، بفرصة اختبار معدات صوتية مرئية و البوح بقصصهم من منظورهم الخاص.প্রথমে, একটি ভিডিও দেখাচ্ছে ভারতের ছেলে এবং মেয়েদের প্রতি আলাদা যে ব্যবহার করা হয় তার চিত্র।
7هذا بالضبط ما يحدث في الهند، حيث أخذ الشباب من مدارس و أزقة مختلفة في تصوير ما يثير اهتمامهم في البيئة المحيطة بهم عن طريق تصوير الفيديو.অন্য আরেকটি ভিডিও একটা মেয়ের ছবি আঁকছে যে ঘরের কাজ করতে গিয়ে কঠিন বাস্তবতার মধ্যে পড়ে। ঘরের কাজ করার ফলে তার পক্ষে স্কুলের দেওয়া বাড়ীর কাজ করা সম্ভব হয়ে উঠে না।
8فمثلاً يصور فيديو التفرقة بين معاملة الأولاد و الفتيات في الهند، و يصور آخر الصعوبات التي تواجهها الفتاة الهندية للتوفيق بين أعمال المنزل و الواجبات المدرسية التي لا تجد لها وقت، و فيديو آخر يصور قصة صبي يعاقب من أهله للسقوط في أحدى المواد الدراسية، و يبدأ في التدخين تحت ضغط رفقائهএবং শেষ ভিডিওতে একটি ছেলের গল্প রয়েছে যার বাবা মা স্কুলের একটি কোর্স পরীক্ষায় খারাপ করার ফলে তাকে শাস্তি দেয়। এরপর সে সমবয়সী একই ধরনের ছেলেদের পাল্লায় পড়ে ধুমপান করা শুরু কর।
9و تصف ميرا سينها هذا الفيديو، الحرية، في مدوَنتها سنة في الهند:প্রথম ভিডিও, স্বাধীনতাতে মীরা সিংহ তার ব্লগ ভারতে এক বছরে ভিডিওর বর্ণনা করেন:
10এখানে এক কৌতুহলী ভিন্নধাচের লেখা রয়েছে: স্বাধীনতা ১৭ বছর বয়স্ক মুবিনের জন্য সবচেয়ে গুরুত্বপুর্ণ, যার কথা আমি এর আগেও লিখেছিলাম এখানে (এবং সে এই তথ্যে চিত্রের প্রধান চরিত্র)।
11ملحوظة شيقة: تقوم ببطولة الحرية موبين ذات السابعة عشر عاماً.ভিডিওর শেষে পর্যায়ে একটি বয়স্ক মহিলার সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
12و ستلاحظ مع نهاية الفيديو مقابلة مع امرأة حول سبب تفضيلها لإبنها أكثر من إبنتها.তাতে সে বলছে কেন সে তার ছেলেকে মেয়ের চেয়ে বেশী ভালোবাসে।
13এটা মাথায় রাখতে হবে পরস্পরে মিলিতভাবে আলোচানার মাধ্যমে এই সাক্ষাৎকার নিয়েছে মুবিন নিজে।
14مع العلم أن من يقوم بالمقابلة هي موبين شخصياً مع أمها.আর যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে সে তার মা।
15যদিও এর আগের ভিডিওর সাক্ষাৎকার আমাদের একটি মেয়ের জীবন সমন্ধে ক্ষণিকের এক ধারনা দেয় একটা মেয়ে দুটি দায়িত্ব পালন করে স্কুল এবং বাসার, তাহলে পরবর্তী ভিডিও যা দিল্লীর বৈদিক কন্যা স্কুলের তোলা যেখানে তারা তাদের একাডেমিক বা শিক্ষাগত দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।
16إذا أعطى لنا الفيديو السابق لمحة عن حياة فتاة تضاعف جهودها لمواكبة مطالب العمل و المدرسة، فيصور الفيديو التالي من مدرسة فيديك كانيا في دلهي المنظور الأكاديمي لمثل هذه الحياة لفتيات تضاعفت مسؤلياتهن، و تأثير ذلك على أدائهن الدراسي:তাতে দেখা যাচ্ছে মেয়েদের দুটির সংসারের অনেক দায়িত্ব পালন করতে হয় এবং তাদের সময়ের কত অভাব। তারা স্কুলের দেওয়া বাড়ীর কাজ করতে পারে না যা তাদের পরীক্ষার ফলাফলের উপর প্রভাব ফেলে:
17و يعطي لنا هذا الفيديو الأخير المنظور الذكوري للنشأة في الهند، خاصة عندما تسبب الضغوط العائلية و تأثير الرفقاء ظاهرة تدخين المراهقين.শেষ ভিডিওটি দিল্লীর নইদা পাবলিক স্কুলের। এটি আমাদের ভারতে জন্ম নেওয়া একটি ছেলের দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
18ছেলেটির কিশোর বয়সে ধুমপান করা, আমাদের মনোযোগ দেওয়ায় কি ভাবে সে বাসায় ও সমবয়সী একই দলের চাপে ভিন্ন ধরনের সমস্যায় পড়ে।
19আপনারা এ্যাডোব ইয়োথ ভয়েসের তরুণ তারকাদের তোলা এ রকম আরো অনেক ভিডিও দেখতে পাবেন।
20يمكنكم مشاهدة العديد من تسجيلات الفيديو الأخرى التي أعدها الشباب في أدوبي لأصوات الشباب، حيث يمكنك البحث عن منطقة معينة و تعلم شيء ليس فقط عن الحياة في الهند، و لكن أيضاً عن الشباب في السنغال و جنوب أفريقيا، و كذلك الولايات المتحدة و انجلترا.সেখানে আপনারা এলাকাভিত্তিক খোঁজ করে যে কেবল ভারতের উপর শিক্ষা লাভ করতে পারবেন তা নয়, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা এবং যথারীতি আমেরিকা, কানাডা এবং ইংল্যান্ডের বিষয়েও জানতে পারবেন। Email
21লিখেছেনJuliana Rincón Parra
22অনুবাদ করেছেন বিজয়