Sentence alignment for gv-ara-20120407-20699.xml (html) - gv-ben-20120401-24358.xml (html)

#araben
1البحرين: التغريد ضد الفورمولا 1বাহরাইন: ফর্মুলা ১ নামক প্রতিযোগিতার বিরুদ্ধ টুইট করা
2لم تعد وسوم تويتر عفوية، على الأقل ليس بالنسبة لمستخدمي تويتر البحرينيين الذين يستعملون الوسوم كأداة أخرى لينشروا المعلومات حول احتجاجاتهم ضد نظام منحهم لحد الآن إصلاحات سطحية بعد سنة كاملة من الاحتجاج.টুইটার হ্যাশ ট্যাগ ব্যবহার এখন আর স্বতস্ফূর্ত নয়, অন্তত বাহরাইনের টুইটার ব্যবহারকারীদের জন্য,যারা তাদের শাসকদের বিরুদ্ধে তথ্য ছড়িয়ে দেওয়ার এক উপাদান হিসেবে হ্যাশ ট্যাগ-এর ব্যবহার করেছে, যে শাসকের বছর জুড়ে চলা এক বিক্ষোভের পর এখন পর্যন্ত এক সাজানো সংস্কারের নিশ্চয়তা প্রদান করে।
3رغم صغر سكان البحرين من حيث العدد، مستخدمو تويتر منظمون جدا على الإنترنت، مستعملين منصات الإعلام الاجتماعي وسيلة وحيدة لتوثيق جرائم النظام ضدهم.যদিও বাহরাইনের জনসংখ্যা সামান্য, তারপরেও দেশটির টুইটার ব্যবহারকারীরা অনলাইনে বেশ সংগঠিত, তারা তাদের বিরুদ্ধে শাসকদের সংগঠিত অপরাধের তথ্য তুলে ধরার একমাত্র মাধ্যম হিসেবে সামাজিক প্রচার মাধ্যম প্লাটফর্ম করে।
4بدأت فكرة نشر الوسوم تضامنا مع عبد الهادي الخواجة، ناشط بارز ووجه معارض، محكوم عليه بالسجن المؤبد عقب اتهامه بمحاولة قلب النظام والذي بدأ إضراب مفتوح عن الطعام منذ أسابيع.হ্যাশ ট্যাগকে আলোচিত বিষয়ে পরিণত করার এই চিন্তার শুরু হয়, আবদুলহাদি খাওয়াজার প্রতি সমর্থনে শুরু হয়, যিনি একজন প্রখ্যাত একটিভিস্ট এবং বিরোধী চরিত্র, শাসকদের ক্ষমতা থেকে উত্খাতের অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে এবং তিনি এক সপ্তাহ ধরে অনশন ধর্মঘট পালন করে আসছে।
5خلال الشهر السابق، نجح البحرينيون في جعل عددا من الوسوم تنتشر عالميا.গত কয়েক মাসে, বাহরাইনি নাগরিকরা সফলভাবে বেশ কয়েকটি হ্যাশ ট্যাগকে বিশ্ব জুড়ে আলোচিত বিষয়ে পরিণত করতে সক্ষম হয়।
6في آخر محاولة لهم، أرادوا مخاطبة الفورمولا 1، منظم سباق السيارات الشهير، ليلغي سباقهم في البحرين احتجاجا ضد انتهاكات النظام لحقوق الإنسان. السباق مخطط أن يقام في الفترة من 20 إلى 22 أبريل/ نيسان 2012.তাদের এক সাম্প্রতিক প্রচেষ্টার অংশ হিসেবে, তার ফর্মুলা ওয়ান নামের বিখ্যাত গাড়ি প্রতিযোগিতার আয়োজকদের সম্বোধন করতে চায়, যেন তারা বাহরাইনের শাসকদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে বাহরাইনে আয়োজিত তাদের এই প্রতিযোগিতা বাতিল করে।
7أعلن مستخدمو تويتر عن الوسم في هذا الحساب @Feb14TT:এ বছরের ২০ থেকে ২২ এপ্রিল বাহারাইনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
8غردوا على الفورمولا 1 الدموية غردوا على هذا الوسم الآن فقط !!!@ফেব১৪টিটি নামক একাউন্টের টুইটার ব্যবহারকারী এই হ্যাশ ট্যাগের ঘোষণা প্রদান করে: @Feb14TT: غردوا على ‬#ব্লাডিএফ১ নামক হ্যাশ ট্যাগে টুইট করুন, এখনই!!!
9وجاء الباقي متتابعا حيث بدأ مستخدمو تويتر التغريد ومحاولة جعل الوسم يظهر في أعلى المواضيع انتشار عالميا:যখন টুইটার ব্যবহারকারীরা টুইট করা শুরু করে এবং এই হ্যাশ ট্যাগটিকে বিশ্বজুড়ে এক আলোচিত বিষয়ে পরিণত করার চেষ্টা করে, তখন অবশিষ্ট অনুসরণকারীদের টুইট করার জন্য অপেক্ষা করতে হয়।
10“لم نحصل أبدا على اهتمام إعلامي كاف والآن تزدرون شهدائنا وسجنائنا عبر السماح ل الفورمولا 1 الدموية في البحرين”“@রোমি ১৪ফেব্রুয়ারি: আমরা যথেষ্ট পরিমাণ প্রচার মাধ্যমের মনোযোগ আকর্ষণ করতে পারিনি, আর এখন আপনারা, আমাদের শহীদ এবং বন্দীদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করার জন্য বাহরাইনের (#ব্লাডিএফ১) ফর্মুলা ওয়ান নামের প্রতিযোগিতার আয়োজন করেছেন”।
11لا أدعم الـ الفورمولا 1 الدموية لأنها تبعث برسالة خاطئة أن كل شيء بخير في البحرين بينما يعاني الناس بصفة يومية@আসলআলসাইদ: আমি এই ফর্মুলা ওয়ান (#ব্লাডিএফ১) কে সমর্থন করি না, কারণ এই ঘটনা সকলে এক ভুল বার্তা প্রদান করবে যে বাহরাইনে সব কিছু ঠিকঠাক মত চলছে, অথচ এখানকার জনগণ প্রতিদিন যন্ত্রণার মধ্য কাটাচ্ছে।
12الفورمولا 1 الدموية يمكن أن تزعجكم، لكن هل تزعجكم أكثر من الـ 83 الذين فقدوا حياتهم؟@মোহাম্মেদ আসোর: (# ব্লাডিএফ১) ফর্মুলা ওয়ান হয়ত আপনাকে উদ্বিগ্ন করে, কিন্তু এটা কি আপনাকে ৮৩ জনের চেয়ে উদ্বিগ্ন করে, যারা তাদের জীবন হারিয়েছে?
13علامات ضد الفورمولا 1غردها الناشط SAIDYOUSIF@@সাইদইউসুফি ফর্মুলা-ওয়ান বিরোধী স্লোগান টুইট করেছে
14متظاهر في سترة يلبس قميصا ضد سباق الفورمولا 1 (غردها SAIDYOUSIF@)সিতরা, এলাকার বিক্ষোভকারীরা ফর্মুলা ওয়ান নামক গাড়ির রেস প্রতিযোগিতা বিরোধী টি-শার্ট পড়েছে (টুইট করেছেন@সাইদইউসুফি)
15مواطنو إنترنت آخرون حاولوا إظهار مقدار رعب الوضع في البحرين:একজন নেট নাগরিক দেখানোর চেষ্টা করেছেন, বাহরাইনের পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ:
16"@Mothame: اُنظروا كيف تعامل شرطة مكافحة الشغب أخواتنا، هذا فقط في"@মোথামে: দেখ, দাঙ্গা পুলিশ আমাদের ভগ্নিদের সাথে কি রকম আচরণ করছে, এটা কেবল এখানেই দেখা যায়;
17غرّد آخرون صور هجومات بالقنابل المسيلة للدموع، والتي أصبحت جزءا من الحياة اليومية للبحرينيين.অন্যরা কাঁদানে গ্যাস হামলা ছবি টুইট করেছে, যা কিনা বাহরাইনের প্রতিদিনের জীবনের একটি অংশে পরিণত হয়েছে ।
18"@Peacelooving: يمطرون المدن بالغاز المسيل للدموع"@পিসলাভিং: বাহরাইন: এখানকার এলাকা সমূহ বিষাক্ত গ্যাসে ভাসিয়ে দেওয়া হয়েছে;
19"@Alaswad87: حكومة البحرين تقتلنا باستعمال الغازات السامة..@অলসাওয়াদ৮৭: বিষাক্ত গ্যাস ব্যবহার করে বাহরাইনের সরকার আমাদের খুন করছে।
20البحرين ليست جاهزة لـ #الفورمولا 1বাহারাইন ফর্মুলা ওয়ান (#এফ১)-এর জন্য তৈরী নয়;
21ولمدة دقيقتان فقط، استطاع الوسم أن يصل لأعلى القصص انتشارا على تويتر:এবং কেবল দুই মিনিটের জন্য, এই হ্যাশ ট্যাগ টুইটারে বিশ্বের আলোচিত কাহিনীতে পরিণত হয়:
22@Anarchist74: #الفورمولا 1 الدموية تنتشر رسميا@এনার্কিস্ট৭৪: #ব্লাডিএফ১, এখন টুইটারে আনুষ্ঠানিক ভাবে আলোচিত এক বিষয়ে পরিণত হয়েছে;