Sentence alignment for gv-ara-20110730-12415.xml (html) - gv-ben-20110728-18987.xml (html)

#araben
1السعودية: قانون جديد لمكافحة الإرهاب يقمع التظاهرসৌদি আরবঃ নতুন সন্ত্রাস বিরোধী আইন প্রতিবাদের জন্ম দিচ্ছে
2قبل عدة أيام نشرت منظمة العفو الدولية وثيقة تم تسريبها لمسودة قانون مكافحة الإرهاب السعودي الجديد، والذي وصفته المنظمة في تصريح لها بأنه “قانون سيتيح للسلطات أن تحكم على المعارضين السلميين بعقوبات قاسية تحت ذريعة مكافحة الإرهاب”، مضيفة أن هذا القانون سيعاقب كل من يشكك بنزاهة الملك أو ولي عهده بالسجن لمدة لا تقل عن عشر سنوات.
3تحديث: تعرض موقع منظمة العفو الدولية للحجب في المملكة العربية السعودية.কয়েকদিন আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফাঁস হয়ে যাওয়া সৌদি আরবের এক নতুন সন্ত্রাস বিরোধী খসড়া আইন প্রকাশ করেছে ।
4منظمة العفو الدولية (@amnesty) نشرت المسودة من خلال تويتر، حيث الكثير من المستخدمين تفاعلوا عبر استخدامهم وسم شباك لقانون الإرهاب السعودي #SaudiArabia:সংগঠনটি এক বিবৃতিতে , এই আইনকে বর্ণনা করছে এমন এক আইন হিসেবে, যার মধ্যে দিয়ে কর্তৃপক্ষ শান্তিপূর্ণ ভিন্নমতাবলম্বীদের কঠোর শাস্তি প্রদান করতে পারবে।
5وثائق سرية تكشف أن قانون “مكافحة الإرهاب” الجديد في السعودية. #SaudiArabia سيقمع المعارضة السلمية http://owl.li/5KS9Yএর সাথে তারা আরো যোগ করেছে এই আইনের ক্ষমতাবলে, যে বাদশাহ বা যুবরাজের সততার বিষয়ে প্রশ্ন তুলবে তাকে শাস্তি কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হবে।
6তাজা সংবাদ : সৌদি আরব, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে টুইটারের মাধ্যমে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (@অ্যামনেস্টি ) এই সংবাদ সব জায়গায় ছড়িয়ে দেয়।
7صورة مستخدم في تويتر تقول: "أنا وطني أنا إرهابي" أرسلت من قبل لجين اليمانيযেখানে # সৌদিটেররল হ্যাশট্যাগের মাধ্যমে অনেকে এই আইনের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে:
8المدون السعودي أحمد العمران (@ahmed) كتب عدة توييتات عن المسودة الجديدة وأشار في إحداها:@এ্যামনেস্টি : গোপন নথি উন্মোচন করছে যে # সৌদি আরবের “সন্ত্রাস বিরোধী ” আইন শান্তিপূর্ণ ভিন্নমতাবলম্বীদের দমন করার এক আইন http://owl.li/5KS9Y
9أرى العديد من مستخدمي تويتر السعوديين يصفون قانون مكافحة الإرهاب المزمع تطبيقه بأنه “قانون طوارئ” @alfarhan يرى أنهم يحاولون استنساخ الوضع في كوريا الشمالية.সৌদি ব্লগার আহমেদ আল ওমরান (@ আহমেদ) এই নতুন খসড়া আইন সম্বন্ধে বেশ কিছু টুইট করেছে এবং লিখেছে : @আহমেদ: আমি দেখতে পাচ্ছি অনেক সৌদি টুইটারকারী প্রস্তাবিত এই সন্ত্রাস বিরোধী আইনকে জরুরী আইন হিসেবে অভিহিত করছে ।”
10المدون السعودي فؤاد الفرحان (@alfarhan) الذي ورد في التوييتة السابقة، عبر أيضاً عن ردة فعله على القانون المقترح من خلال تويتر، وفي التويتة التالية هو يحيلنا إلى رواية جورج أورويل الشهيرة 1984 بقوله:@আল ফারহান বলছে, তারা উত্তর কোরিয়াকে নকল করার চেষ্টা করছে। । সৌদি ব্লগার ফুয়াদ আল ফারহান (@ আলফারহান )উল্লেখ করেছে যে সে নিজেও টুইটারের মাধ্যমে প্রস্তাবিত সন্ত্রাস বিরোধী আইনের বিষয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এর পরবর্তী টুইটে সে লেখক জর্জ অরওয়েল-এর বিখ্যাত উপন্যাস ১৯৮৪-এর কথা উল্লেখ করেছে:
11عام 2011 هي 1984 الخاصة بنا في السعودية.@আলফারহান: ২০১১ হচ্ছে, আসলে আমাদের জন্য ১৯৮৪-এর বাস্তবতা #Saudi #সৌদি সন্ত্রাসআইন
12المحامي السعودي فهد المالكي (falmalki) عبر عن جوهر القانون الجديد بتوييتة تغلبها السخرية المرة:সৌদি আইনজীবী ফাহাদ আলমালিকি (@এফআলমালিকি) নতুন আইনের মূল বিষয়টি তিক্ত এবং ব্যাঙ্গাত্মক স্বরে ব্যাখ্যা করেছে:
13سؤال: عّرف المقصود بطفح الكيل؟@এফআলমালিকি: প্রশ্ন : সংজ্ঞা প্রদান করুন: আমি বিরক্ত ।
14جواب: لا أستطيع.উত্তর: আমি তা করতে পারি না ।
15قد ينتهي الأمر بي مسجوناً.এর ফলে হয়ত আমাকে জেলে যেতে হতে পারে।
16أستطيع فقط أن أقول أنها تعني أني سعيد للغاية.আমি যা বলতে পারি তা হচ্ছে; আমি আসলে প্রায় সুখী এক ব্যক্তি।
17الصحفية السعودية إيمان القحطاني (@ImaQh) طالبت النخب السعودية أن يثنوا السلطات عن الموافقة على هذا القانون المقترح:সৌদি সাংবাদিক ইমাম আল-কাহতানি (@ইমাকিউএইচ) [আরবী ভাষায়] সৌদি অভিজাত সম্প্রদায়ের কাছে দাবী করেছেন যে তারা প্রস্তাবিত এই আইন যাতে পাস না হয়, তার উদ্যোগ নেয়:
18الناشط السعودي وليد أبو الخير (@abualkhair) حذر مجلس الشورى من الموافقة على القانون: مستخدمة تويتر السعودية لجين اليماني (@LujaynAlyamani) أظهرت خيبة أملها من كون هذا القانون مناهض للديموقراطية:@ইমাকিউএইচ: যে সমস্ত বুদ্ধিজীবী এবং ধর্মীয় নেতারা কর্তৃপক্ষের ঘনিষ্ঠ, তাদের নৈতিক দায়িত্ব কর্তৃপক্ষকে বোঝানো যে এই আইন স্বাধীনতার জন্য কতটা বিপজ্জনক
19@LujaynAlyamani: اسمعوا: هذا المشروع اغتصاب مشرع لأحلامنا! عار والله أن نعيش عراة من الأحلام لهذا الوطنসৌদি একটিভিস্ট ওয়ালেদ আবু আলখায়ের (@আবুআলখায়ের) [আরবী ভাষায়] এই ধরনের আইন অনুমোদন করার ক্ষেত্রে শুরা কাউন্সিলকে (ধর্মীয় আইন প্রয়োগকারী সংস্থা) সতর্ক করে দিচ্ছে:
20مستخدم آخر لتويتر في السعودية، معّز الدباغ (@mouazmb) كتب تصوره المختصر لهذا القانون: @mouazmb: باختصار “قانون طوارئ جديد”@আবুআলখায়ের : সৌদি আরবের এক নাগরিক হিসেবে আমি শুরার সকল সদস্যদের উপর এক ঐতিহাসিক দায়িত্ব প্রদান করছি, যেন তারা নতুন সন্ত্রাস বিরোধী আইন পাশ না করে।
21مها الأسمري (@maha_alasmri) أوضحت كيف أن هذا القانون إن طُبق سيقضي على حرية التعبير في وطنها:সৌদি আরবের মহিলা টুইটারকারী লুজাইয়ানা আলইয়ামানি (@লুজাইয়ানা আলইয়ামানি ) [আরবী ভাষায়] এই আইন যে কতটা অগণতান্ত্রিক সে বিষয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন :
22@maha_alasmri: ان طُبق هذا النظام سيأتي يوم يكون فيه وجود مُعتقل من كل عائله سعوديه بالسجون بتهمَه التعبير عن الرأي أمر طبيعي@লুজাইয়ানআলইয়ামানি: সকলে শুনুন, এটা এমন এক প্রকল্প যা বৈধ ভাবে আমাদের স্বপ্নকে ধর্ষণ করতে যাচ্ছে! এই দেশে আমাদের স্বপ্নকে নগ্ন করে বাস করা এক লজ্জার বিষয়।
23محمد الخليوي (@khelaiwy) رأى في القانون دلالة أن النظام السعودي لم يستوعب الدرس من الربيع العربي:সৌদি আরবের আরেকজন টুইটারকারী মউজ ধাহধাহ (@মউজএমবি) [আরবী ভাষায়] এই আইনের বিষয়ে এই সাধারণ চিত্র এঁকেছে: @মউজএমবি : সংক্ষেপে বলা যায়, এক নতুন জরুরী আইন!
24@khelaiwy: صاحب القانون لم يستوعب دروس الثورات العربية ونتائج القهر والظلم وامتهان الكرامة وغياب المعارضة الوطنية الشريفةমাহা আলাসমারি (@মাহা_আলাসমারি ) [আরবী ভাষায়] ব্যাখ্যা করেছে কি ভাবে এই আইন দেশটির বাক স্বাধীনতাকে ধবংস করে ফেলবে:
25وأضاف الخليوي قائلاً: @Khelaiwy: كلنا ضد الأرهاب والأرهابيين ولكن استخدام قوانين جائرة بأسمة لتجريم وسلب حقوق المواطن المشروعة هو ارهاب ايضا@maha_alasmri: যদি এই আইন প্রয়োগ করা শুরু হয়, তাহলে এমন একদিন আসবে যেদিন নিজস্ব মতামত প্রদান করার জন্য সৌদি আরবের সকল পরিবারের মধ্যে থেকে অনন্ত একজনকে জেলে যেতে হবে!
26মোহাম্মাদ খেলাওইয়া (@খেলাওইয়া ) [আরবী ভাষায়] এই আইনকে এমন এক প্রতীক হিসেবে দেখছে, যা দেখে মনে হচ্ছে যে সৌদি শাসকরা আরব বিপ্লবের এই সময়ে তা থেকে কোন শিক্ষা গ্রহণ করেনি:
27مغرد آخر هو ماجد النمر (@majedalnemer) أضاف قائلاً: @majedalnemer: قانون مكافحة الإرهاب السعودي الجديد سيقضي على المواطنين لا على الإرهابيين !@খেলাওইয়া: যিনি এই আইনটি লিখেছেন তিনি আরব বিপ্লব এবং দমন, অন্যায়, অপমান এবং সত্যিকারের বিরোধী দলের উপস্থিতি সম্বন্ধে উপলব্ধি করতে পারেনি।
28محمد الرشيد (@Onlinemars) كتب كيف أن القانون مرّوع وكيف أن السلطات السعودية جانبت الصواب في تعاملها مع الإرهاب:খেলাওয়াই এর সাথে আরো যোগ করেছেনঃ @খেলাওয়াই : আমরা সকলেই সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসীদের বিপক্ষে, কিন্তু অন্যায় আইন নাগরিকদের বৈধ অধিকার কেড়ে নিতে যাচ্ছে।
29@Onlinemars: عندما حاربت أمريكا وأوروبا الإرهاب حاربته خارجيا لتحمي داخلها.আর এই কাজটি করা হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে। আর কাজটি নিজেই একটা সন্ত্রাসমূলক কাজ।
30ونحن نحارب الإرهاب داخليا لنحمي من؟আরেকজন টুইটারকারী মাজেদ আলনিমার (@মাজেদআলনিমার ), এর সাথে বলছে :
31تحديث المترجمة: تم رفع الحجب عن موقع منظمة العفو الدولية في المملكة العربية السعودية فيما يمكن تفسيره بأنه استجابة من السلطات السعودية لضغوطات الإعلام العالمي بينما شن بعض المسئولين وكتاب الرأي في الصحف السعودية حملة هجوم شرسة ضد المنظمة.@মাজেদআলনিমার : সৌদি সন্ত্রাস বিরোধ আইন সন্ত্রাসীদের বদলে সৌদি নাগরিকদের হত্যা করবে! এই আইন যে কতটা ভয়ঙ্কর এবং সন্ত্রাসবাদকে মোকাবেলা করার ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ যে কতটা ভুল করেছে সে কথা জানিয়ে মোহাম্মাদ আল রাশেদ (@অনলাইনমারস ) [আরবী ভাষায়] টুইট করেছে :
32@অনলাইনমারস : যখন আমেরিকা এবং ইউরোপ সন্ত্রাসবাদের সাথে লড়াই করে, তখন তারা বাইরের সন্ত্রাস থেকে নিজেদের রক্ষা করার জন্য তা করে, আর যখন আমরা অভ্যন্তরীণভাবে সন্ত্রাসবাদের মোকাবেলা করছি, তখন তা করছি কাকে রক্ষার জন্য?