Sentence alignment for gv-ara-20151020-39769.xml (html) - gv-ben-20151007-50540.xml (html)

#araben
1كيف تلعب وجبة الغذاء المدرسية دورًا محوريًا في التعليم في اليابانকি ভাবে বিদ্যালয়ের দুপুরের খাবার জাপানের শিক্ষা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে
2يستطيع أي شخص حضر أو علّم في مدرسة يابانية في أي وقت مضى أن يخبرك بأن وجبة الغذاء المدرسية (給食, kyuushoku) هي الجزء الأكثر أهمية من اليوم.যারা জাপানের বিদ্যালয়ে গমন করেছেন কিংবা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তারা বলতে পারবেন, সেখানকার বিদ্যালয়গুলোর দুপুরের খাবার বা কীয়ুশোকু হচ্ছে সেদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
3এটা কেবল পুষ্টি প্রদান করে না, একই সাথে এটি শিক্ষক এবং ছাত্রদের একসাথে বসে খাওয়ার এক মাধ্যমে এক বন্ধন তৈরি করার শিক্ষা প্রদান করে।
4لا توفرُ فقط التغذية، لكن أيضًا هي فرصة المعلمين والطلاب للالتقاء لتناول الطعام معًا. بينما يتم في العادة تحضير وجبة الغذاء من قبل موظفين متفرغين في مطبخ كبير في المدرسة أو في مرفق مركزي يخدم منطقة المدرسة بأكملها، إلاّ أن مسؤولية الطلبة خدمة وتقديم وجبة الغذاء لزملائهم.সাধারণত এই সব খাবার বিদ্যালয়ের এক বিশাল রান্নাঘরে কিংবা কেন্দ্রীয় এক এলাকা যেখানে সমগ্র বিদ্যালয়ের প্রতিটি বিভাগে জন্য সেবা প্রদান করা হয় সেখানে বিদ্যালয়ের নিয়মিত কর্মী (বাবুর্চি) এই রান্না করে থাকে, আর প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী তাদের সহপাঠীদের খাবার সরবরাহের দায়িত্ব নিয়োজিত থাকে।
5هناك كافيتيريا، تعتمد على ثقافة مدينة نيويورك تُدعى ثقافة الكافيتيريا، والتي لديها مهمة العمل الإبداعي لتحقيق صفر نفايات في كافيتيريات المدارس الحكومية، والوصول أيضًا لتحقيق مجتمعات ذكية مُناخيًا قادرة على مواجهة آثار المناخ بوسائل طبيعية تدعم السكان والحياة البرية، أنتجب فيديو إعلامي شيق يقدم أفكارًا رائعة حول كون وجبات الغذاء جزء أساسي من التعليم في المدارس اليابانية.নিউ-ইয়র্ক ভিত্তিক ক্যাফেটরিয়ার কালচার (ক্যাফকা) নামক প্রতিষ্ঠান, যারা সৃষ্টিশীল ভাবে সরকারি বিদ্যালয়ের ক্যাফে এবং পরিবেশ সচেতন সম্প্রদায় যাতে বিন্দুমাত্র খাবার নষ্ট না করে সে বিষয়টি অর্জন করার এক লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে, যা দর্শকদের যুক্ত করে এমন এক ভিত্তিক তথ্য বিষয়ক ভিডিও তৈরি করেছে। কি ভাবে বিদ্যালয়ের দুপুরের খাবার শিক্ষার এক মৌলিক অংশ হতে পারে সে বিষয়ে এই ভিডিওটি দারুন এক উপলব্ধি প্রদান করেছে।