Sentence alignment for gv-ara-20110324-10029.xml (html) - gv-ben-20110326-16475.xml (html)

#araben
1سوريا: المواطنون يصورون الرعب في درعاসিরিয়া: নাগরিক ভিডিও দারা’আ শহরের বিভৎস ঘটনার দৃশ্য তুলে ধরছে
2এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3مع إستمرار الإنقضاض الأمني على المتظاهرين في درعا وتتابع التقارير عن حالات الوفاة، يقوم المراسلون من أهل المدينة بتصوير مقاطع الفيديو ورفعها إلى يوتيوب -الذى عاد للعمل مؤخراً في سوريا.যখন দারা'আ নামক এলাকায় বিক্ষোভকারীদের হামলা চালানোর ঘটনা চলছিল এবং সেখান থেকে আরো মৃত্যুর সংবাদ আসছিল, তখন শহরের নাগরিক সাংবাদিকরা (সিটিজেন রিপোটার্স) সে সব দৃশ্য ভিডিওতে ধারণ করে এবং সেগুলোকে ইউটিউবে উঠিয়ে দিচ্ছিল।
4المقاطع التي تم رفعها جميعاً في 23 مارس، 2011 تبين الهجوم الأمني العنيف على المواطنين السوريين في المدينة الجنوبية من درعا.সম্প্রতি সিরিয়ায় এই সব ভিডিওর উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। এই সব ভিডিও যা ২৩ মার্চ,২০১১ তারিখে উঠিয়ে দেওয়া হয়েছে, সেগুলো সিরিয়ার দক্ষিণের শহর দারা'আর নাগরিকদের উপর চালানো ভয়াবহ হামলার দৃশ্য তুলে ধরছে।
5تحذير: بعض هذه المقاطع يحتوي على الكثير من المشاهد المؤذية.সতর্কতা:: নিচের ভিডিওগুলির কয়েকটি প্রচণ্ড পীড়াদায়ক ও বিভৎস।
6في هذا المقطع الذي رفعه SHAMSNN إلى اليوتيوب، يستغيث المواطنون طلباً لعربة إسعاف بعد تعرض أحد الشباب لطلق ناري.এই প্রচণ্ড পীড়াদায়ক ভিডিওটি ইউটিউবে উঠিয়ে দিয়েছেন ব্যবহারকারী শামসএনএন। যখন ধারণা করা হয় যে এক তরুণের শরীরে গুলি লেগেছে, নাগরিকরা একটি অ্যাম্বুলেন্সের জন্য আহ্বান জানাচ্ছিল।
7في البداية يبدو أن هناك ثلاثة رجال ممددين على الأرض ثم تلتف الكاميرا لتظهر المزيد من المصابين. يمكنك سماع الطلقات النارية في الخلفية.ক্যামেরায় প্রথমে দেখা গেল যে তিনজন ব্যক্তি রাস্তায় পড়ে আছে, কিন্তু এরপর ক্যামেরা সামান্য ঘুরে যায়, আর এতে উন্মোচিত হয় সেই সমস্ত ব্যক্তিদের দৃশ্য, যারা আহত হয়েছে।
8وفي نهاية المقطع تقترب الكاميرا لتصور العديد من الرجال المصابين بجروح خطيرة.পেছনে আরো গুলির শব্দ শোনা যায়, এর পর অন্য কয়েকজন আহত ব্যক্তিদের ছবি কাছ থেকে তোলার জন্য ক্যামেরা ঘুরতে করতে থাকে।
9وفي هذا المقطع -المرفوع أيضاً بواسطة SHAMSNN - يحمل بعض المواطنين رجلاً مصاباً إلى مكان آمن هرباً من الطلقات النارية التي يتردد صداها في الخلفية:এই ভিডিওটি ইউটিউবে উঠিয়ে শামসএনএন, এই ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তার জন্য নাগরিকরা আহত হয়ে রাস্তায় পড়ে থাকা মানুষদের তুলে নিয়ে যাচ্ছে, কারণ তখনো গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে:
10في هذا المقطع المهزوز يمكن سماع الطلقات النارية أثناء تظاهر المحتجين في الشارع ورجلاً يصرخ “الله أكبر”، ثم يبدأ ما يبدو كأنه غاز مسيل للدموع في التسلل إلى الحشد.কাঁপতে থাকা এই ভিডিওতে দেখা যাচ্ছে, যখন রাস্তায় প্রতিবাদকারীরা বিক্ষোভ প্রদর্শন করছিল, তখন গুলির শব্দ শোনা যাচ্ছিল। সে সময় একজন মানুষ গর্জন করে উঠেছিল “আল্লাহ মহান”!
11رفعه إلى يوتيوب islam1tv:সে সময় দৃশ্যত মনে হচ্ছিল, জনতার মাঝে উপর কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে।
12http://www.youtube.com/watch?এই ভিডিওটি ইউটিউবে উঠিয়ে দিয়েছে ইসলামটিভি:
13v=iJp7lKt1I3Ihttp://www.youtube.com/watch? v=iJp7lKt1I3I
14هذا المقطع صٌّور في موكب جنازة ستة شهداء لقوا مصرعهم في الهجوم على مسجد العمري صباح اليوم.নীচের ভিডিওটি ২৩ মার্চের অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রার সময় তোলা হয়েছে, এই শোভাযাত্রা ছিল আল ওমারি মসজিদে ভোরের বেলায় চালানো হামলায় শহীদ ছয় ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া যাত্রা।
15الجموع تصرخ “لا إله إلا الله والشهيد حبيب الله”. رفعه إلى يوتيوب islam1tv:সে সময় জনতা স্লোগান দিচ্ছিল, আল্লাহ ব্যাতিত কোন উপাস্য নাই এবং শহীদেরা স্রষ্টার কাছে রয়েছে।
16http://www.youtube.com/watch?এই ভিডিওটি আপলোড করেছে ইউটিউব ব্যবহারকারী ইসলামটিভি:
17v=Xce6iCe7vhEhttp://www.youtube.com/watch? v=Xce6iCe7vhE
18ويبدو في هذا المقطع الحي إلى أي مدى وصلت الوحشية، الجثث ملقاة على الطريق ومن يحاول رفعها يتعرض لإطلاق النيران.এই ভয়াবহ দৃশ্য সম্বলিত ভিডিওতে , আরো যে সব গণহত্যা চালানো হয়েছে তার দৃশ্য রযেছে। যেমনটা এখানে দেখা যাচ্ছে, রাস্তায় মৃতদেহ পড়ে রয়েছে এবং যারা সেই সব মৃতদেহ সরানোর চেষ্টা করছে তাদের উপর গুলি করা হচ্ছে।
19يحتمي بعض الرجال بشاحنة من الطلقات النارية.একদল লোক একটি ভ্যান গাড়ির পেছনে আশ্রয় নিয়ে গুলির হাত থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে।
20رفعه SHAMSNN إلى يوتيوب.এই ভিডিওটি ইউটিউবে উঠিয়ে দিয়েছে শামসএনএন।