Sentence alignment for gv-ara-20090917-2678.xml (html) - gv-ben-20090920-6293.xml (html)

#araben
1مصر: دعوة المدونين لعيد مليء بالمرح بدون تحرشমিশর: ব্লগাররা আনন্দপূর্ণ এবং হয়রানিমুক্ত ঈদ উপভোগের আহ্বান জানিয়েছেন
2مع اقتراب عيد الفطر (نهاية رمضان) ، تستعد النساء في مصر لمزيد من التحرش يفوق العرف السائد الذي وصل إلى حدود مقلقة.যখন ঈদ উল ফিতর আসে (রমাজনের শেষ হয়) সে সময় মিশরের নারীরা আরো বেশি যৌন হয়রানির ভয়ে শংকিত হয়ে ওঠে, যা ইতোমধ্যে মিশরে এক বিরক্তিকর উপাদানে পরিণত হয়েছে।
3يحشد المدونون والنشطاء على الإنترنت قواهم أيضاً لمحاربة تلك الظاهرة، داعين إلى عيد مليء بالمتعة والاحتفال بدون تحرش.ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট এই সব ঘটনার সাথে লড়াই করার জন্য একত্রে যোগ দিয়েছেন, তারা আহ্বান জানিয়েছেন মজার এক ঈদ পালন করার জন্য এবং এই উৎসবে কোন হয়রানি না করার জন্য।
4بدأ الأمر كله يوم 25 من أكتوبر 2006، عندما شهدت مصر أول أكبر حادثة تحرش في أول يوم من عيد الأضحى .এ রকম হয়রানির এক ঘটনা ঘটে ২০০৬ সালের ২৫ অক্টোবরে, সে সময় মিশর প্রথম গণ যৌন হয়রানির ঘটনা প্রত্যক্ষ করে, এই ঘটনা ঘটে ঈদ উল আজহার দিনে (কোরবানির ঈদে)।
5في ذلك الحادث بالتحديد، كتب SandMonkey :এই বিশেষ ঘটনার কথা স্যান্ডমাঙ্কি উল্লেখ করেছেন:
6القصة هي كما يلي لمن منكم لم يسمع عنها: كان أول أيام العيد، وافتتاح فيلم جديد بوسط البلد.এই ঘটনাটি তাদের জন্য আবার তুলে দেওযা হল, যারা এই ঘটনার কথা শোনেননি: সেদিন ছিল ঈদের প্রথম দিন, এবং উপশহরের এক সিনেমা হলে এক নতুন চলচ্চিত্র মুক্তি পেয়েছিল।
7تجمعت حشود من الرجال محاولين الدخول، لكن بعد أن بيعت كل التذاكر، قرروا تحطيم شباك التذاكر.সিনেমা হলে ঢোকার আশায় একদল উন্মত্ত পুরুষ সেখানে জড়ো হয়, কিন্তু হলের সব টিকেট বিক্রি হয়ে গিয়েছিল, ওইসব উন্মাদরা ঠিক করে যে তার এই হলটির উপর হামলা চালাবে।
8بعد تحقيق ذلك، ذهبوا إلى ما يمكن وصفه فقط بسعار جنسي ركضوا في الجوار يمسكون بأي وكل فتاة في مرماهم، سواء أكن منقبات أم محجبين أو بلا غطاء، سواء كن مصريات أو أجنبيات، حتى الحوامل.এই সিদ্ধান্ত নেবার পর তারা যা ঘটালো তাকে নিছকই যৌন উন্মাদনা বলা উচিত। হলে প্রবেশ করার সময় সামনে যে মেয়ে পড়েছে এই সব বদমাইশরা তাদের জোর করে জড়িয়ে ধরে, তা নেকাবধারী বা হেজবাধারী হোক কিংবা এ ধরনের পোশকধারী না হোক, সবাইকে তারা হয়রানি শিকার বানানোর চেষ্টা করে।
9كانوا يمسكون بهن، ويتحرشون بهن، وحاولوا أنتزاع ملابسهن واغتصابهن، كل هذا أمام الشرطة، الذين لم يحركوا ساكناً.এই ঘটনায় তারা মিশরীয় কিংবা বিদেশী কাউকে বাদ দেয়নি, এমনকি গর্ভবতী নারীদেরও তারা হয়রানি করতে ছাড়ে নি।
10حاولت الناس الخيرة بوسط البلد فعل ما في وسعهم لحماية الفتيات.তারা মেয়েদের জড়িয়ে ধরে, পিষতে থাকে এবং তাদের কাপড় খোলার উদ্যোগ নেয় এবং ধর্ষণ করার চেষ্টা করে।
11سمح أصحاب المتاجر للفتيات بالدخول إلى متاجرهم وأغلقوا الأبواب، بينما حاولت الحشود الاقتحام.এ সকল কাণ্ড ঘটে পুলিশের ঠিক সামনেই। কোন কিছু করার বদলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল।
12أدخل سائقي سيارات الأجرة الفتيات داخل السيارات بينما تحاول الحشود كسر الزجاج و إنتزاع الفتيات للخارج.উপশহরের কিছু ভালো মানুষ সেদিন মেয়েদের রক্ষা করার চেষ্টা করেছিল।
13كانت حالة مقرفة من الهرع والمرع والاعتداءات الجنسية التي استمرت لمدة 5 ساعات من 7:30 مساءً حتي 12:30 صباحاً، أصاب بالغثيان لمجرد التفكير بالأمر.দোকান মালিকরা সেদিন তাদের দোকান খুলে মেয়েদের দোকানে প্রবেশ করতে সাহায্য করে এবং তারপর দোকানে তালা মেরে দেয়, কারণ ওইসব উন্মত্ত জনতা দোকানে প্রবেশের চেষ্টা করে।
14ট্যাক্সি ড্রাইভার তাদের গাড়িতে মেয়েদের নিয়ে নেয়, সে সময় এই সমস্ত লোকেরা ট্যাক্সির জানালার কাচ ভেঙ্গে মেয়েদের টেনে বের করার চেষ্টা করে।
15মেয়েদের যৌন অপমান করার জন্য সুনির্দিষ্ট ভাবে বিপজ্জনক এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হয় ।
16منذ ذلك اليوم، أصبح التحرش الجنسي عادة مقترنة بعيد الفطر و عيد الأضحى في مصر.এই ঘটনা চলেছিল প্রায় পাঁচ ঘণ্টা ধরে, সন্ধ্যা ৭. ৩০ মিনিট থেকে প্রায় রাত ১২.
17أطلق المدون محمد حمدي جروب علي فيس بوك و حملة على الإنترنت داعياً إلى متعة بدون تحرش:৩০ মিনিট পর্যন্ত। এ ঘটনার কথা স্মরণ করলে এখনও আমার পেট মোচড় দিয়ে ওঠে।
18شباب مصر اللى بجد عارف إن رب رمضان هو رب باقي الشهور , بالتالي عيب جدا شبابنا يكون بيصلى التراويح ويقيم الليل لحد أخر يوم فى رمضان , ومن أول يوم فى العيد نلاقى الشباب بيتحرشوا بالبنات والسيدات فى الشوارع .এরপর থেকে মিশরে যৌন হয়রানি যেন ঈদ উল ফিতর এবং ঈদ-উল আজহার একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ব্লগার মোহাম্মদ হামদি ফেসবুক গ্রুপ বা দল তৈরি করেছেন এবং অনলাইনে এক প্রচারণা শুরু করেছেন যার নাম তিনি দিয়েছেন, “মজায় পরিপূর্ণ ও হয়রানি মুক্ত উৎসব চাই”:
19মিশরের তরুণরা জানে রমজানের যিনি সৃষ্টিকর্তা, তিনি বাকী সারা বছরেরও সৃষ্টিকর্তা, এটা খুব লজ্জার বিষয়, যখন আমাদের তরুণরা রমজানে প্রার্থনা করে, রোজা রাখে এবং সৃষ্টিকর্তার আরাধনা করে, সারা মাস জুড়ে তারা যে সকল গুণা করেছে তা যেন মাফ করে দেওয়া হয়, তখন রমজানের শেষে ঈদ আনন্দের প্রথম দিন তারা কায়রোর রাস্তায় জড়ো হয়, মেয়েদের হয়রানি করার জন্য।
20الجروب ده معمول علشان نقول إننا هنعيد وهنفرفش ..ফেসবুকের এই দলটিকে বলা হচ্ছে, মজা করা ও হয়রানি না করার মধ্যে দিয়ে উৎসব পালন করার দল।
21بس مش هنتحرش وأتمنى كلنا نشارك فى إثراء الحوار هناك , ونعمل دعوه لكل أصحابنا على الفيس بوك عشان الفكره توصل لاكبر عدد من الناس ..চলুন ইতিবাচক আলোচনার মাধ্যমে একে সমৃদ্ধ করি এবং সকল বন্ধু মিলে উদ্যোগ নেই, রাস্তায় চলাফেরা করা মেয়েদের প্রতি শ্রদ্ধা বাজায় রাখা ফিরিয়ে আনি এবং মেয়েদের নিরাপত্তা প্রদান করি।
22ইতোমধ্যে এই প্রচারণা মিশরীয় ব্লগস্ফেয়ারে শুরু হয়েছে এবং নিম্নের সকল ব্লগে এই নিয়ে আলোচনা শুরু করেছে: সায়মা এল গামাল, মাহদি মুবারাক, মেশহমেশহিইয়া, ইগো, মাহা, ওমেন, কাসমা আবদেল আলাল এবং রেডিও হোরিতানা।
23يمكن نساهم فى عودة الأمن للشارع المصرى من جديد .ব্লগার আহমেদ এল সাব্বাহ যে মিশরকে জানেন তার জন্য বেদনা প্রকাশ করেছেন, তিনি বলেছেন:
24আমরা বর্তমান যে মিশরে বাস করছি সেখানে যৌন হয়রানি এক খেলার মতো, যা এখানকার বাস্তবতায় আমরা যে ভাবে জীবন যাপন করি, তাতে এক বেদনা যুক্ত করছে।
25وصل صدى الحملة للفضاء التدويني المصري وتمت مناقشتها في المدونات التالية: شيماء جمال، مهدي مبارك، مشمشية، إيغو، مها، امرأة، أسامه عبد العال، و راديو حريتنا.আমার প্রিয় বন্ধুরা, আমি জানি যারা রাস্তায় মেয়েদের হয়রানি করে তারা আমার লেখে পড়বে না এবং সম্ভবত তাদের অনলাইনের উপস্থিতি হবে অনলাইনে কাউকে হয়রানি করার জন্য।
26لا يزال المصريون في حداد على مصر المعرضة للتحرش الجنسي بعد أن أظهر أحد تقارير رويترز عن التحرش أن ثلثي الرجال المصرين يتحرشون بالنساء.আমি এও বিশ্বাস করি, যারা এখন এই লাইনগুলো পড়ছে, তারা কাউকে হয়রানি করে না, এ কারণেই আমি বেশি করে চাচ্ছি আপনারা যেন হয়রানি মুক্ত এক ঈদ উদযাপন করতে পারেন।
27মিশরীয়রা এখনো মিশরের যৌন হয়রানির ঘটনায় শোক প্রকাশ করছে, যখন রয়টার্স এখানকার যৌন হয়রানি উপর এক তথ্য প্রকাশ করেছে, এতে জানা যাচ্ছে যে, মিশরীয় পুরুষদের দুই-তৃতীয়াংশ মেয়েদের হয়রানি করে।
28كما أعلنت المدونة المتعرضة للتحرش آسر ياسر يوم 18 أبريل كيوم مكافحة التحرش .এ ছাড়া হয়রানির শিকার মিশরীয় ব্লগার এসার ইয়াসের এপ্রিলের ১৮ তারিখকে হয়রানি প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছেন।