Sentence alignment for gv-ara-20100317-3752.xml (html) - gv-ben-20100325-9976.xml (html)

#araben
1مصر: اعتصام العاملين في إسلام أونلاينমিশর: ইসলামঅনলাইনের কর্মচারীদের ধর্মঘট
2أعلن المئات من العاملين والمحررين والصحفيين العاملين في الموقع الإخباري الشهير إسلام أونلاين عن قيامهم باعتصام غاضب بعد إعلان الإدارة القطرية الجديدة عن الاستغناء عن 250 موظفاً.যখন কাতারী প্রশাসন ঘোষণা করে যে ২৫০ জন কর্মী নিয়ে সব জায়গায় পঠিত ইসলামঅনলাইন ওয়েবসাইট (আইওএল) বন্ধ ঘোষণা করা হচ্ছে, তখন এর শত শত কর্মী, সম্পাদক এবং সাংবাদিক ক্ষিপ্ত হয়ে অবস্থান ধর্মঘট শুরু করে।
3شهد الموقف تصعيداً من جانب الإدارة بعد تهديد العاملين باستدعاء جهاز أمن الدولة المصري لفض الاعتصام بالقوة، ولكن المعتصمين رفضوا انهاء الاعتصام حتى تلبية جميع مطالبهم.পরিস্থিতি দ্রুত আরো ঘোলাটে হয়ে ওঠে, যখন প্রশাসন অবস্থান ধর্মঘটীদের অপসারণ করার জন্য নিরাপত্তা রক্ষী ডাকার হুমকি দেয়, কিন্তু কর্মচারীরা নিশ্চিত করে যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবিগুলো পুরণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের উন্মুক্ত ধর্মঘট প্রত্যাহার করে নেবে না।
4من الجدير بالذكر أن هذا الاعتصام هو الأول من نوعه من حيث استخدام الإعلام الجديد لبثه مباشرة عبر انترنت لجذب الدعم والاهتمام إليه عبر تواصل تحديثات تويتر وبث الفيديو المباشر.এখানে উল্লেখ্য করার প্রয়োজন নেই যে হয়ত এই ধর্মঘট প্রথম, যার মাধ্যমে ধর্মঘটীরা তাদের দাবির সমর্থনে সকলের মনোযোগ আকর্ষণের জন্য তৎক্ষণাৎ নতুন প্রচার মাধ্যমকে দক্ষ এবং কার্যকর ভাবে ব্যবহার করতে সক্ষম হয়েছে, তারা ক্রমাগত টুইটারে তাজা খবর এবং সরাসরি ধারা বর্ণনা প্রদান করতে থাকে।
5تابعت نادية العوضي، وهي صحفية سابقة في إسلام أونلاين، أخبار الاعتصام ونشرت بياناً من المعتصمين على مدونتها:আইওএলের এক প্রাক্তন এক সাংবাদিক নাদিয়া এল আওয়াদি খুব কাছ থেকে পরিস্থিতির পর্যবেক্ষণ করছেন এবং ইসলামঅনলাইনের ধর্মঘটী কর্মচারীদের এক বিবৃতি ভদ্রমহিলা তার ব্লগে পোস্ট করেছেন:
6تصاعدت الأوضاع بشدة اليوم الاثنين داخل مقر موقع إسلام أون لاين في القاهرة، بعدما قامت الإدارة القطرية للموقع في الدوحة بإرسال محامين لاستلام المقر بكل ما فيه من ممتلكات وأوراق، والتحقيق مع 250 عامل كانوا قد أرسلوا بيانا للشيخ يوسف القرضاوي رئيس مجلس إدارة الموقع يتظلمون فيه من تصرفات الإدارة الجديدة لمؤسسة البلاغ القطرية المالكة للموقع.কিছু সংবাদ উৎস বলছে যে তদন্তের পেছনে গোপন যে কারণটি রয়েছে তা হল এই সব কর্মচারীদের ছাঁটাই করা হবে, যাতে তাদের আর্থিক অধিকারের উপর তাদের কোন ধরনের দাবি না থাকে। এই প্রতিষ্ঠানের মধ্যে থেকে পাওয়া এক সঠিক সংবাদের ভিত্তিতে বলা হচ্ছে যে, কর্মচারীদের উপর তদন্তের উদ্দেশ্য, অধিকার থেকে তাদের আইনগতভাবে বঞ্চিত করা এবং তাদের যত পাওনা আছে তা প্রদান না করা।
7وقالت مصادر مطلعة داخل الموقع إن الهدف من التحقيق مع هؤلاء العاملين هو فصلهم تعسفيا وبالتالي حرمانهم من كافة حقوقهم المالية.টাডামন মাসর উল্লেখ করছে যে [আরবী ভাষায়] এই বিতর্কের কারণ হয়ত নতুন কাতারি প্রশাসকদের এর সদর দপ্তর কায়রো থেকে দোহায় নিয়ে যেতে চাওয়া।
8يذكر موقع تضامن مصر أن هذا الخلاف ربما يكون بسبب أن الإدارة القطرية تريد نقل مقر الموقع من القاهرة إلى الدوحة.আবদেলমোনিয়েম হতাশ হয়েছেন [আরবী ভাষায়] এবং বিস্মিত এটা উগ্রবাদীদের ব্যাপার যারা পরিশীলিত কণ্ঠস্বর এর মত এক ওয়েবসাইট ইসলাম অনলাইনকে চুপ করিয়ে দিতে চায়। জেইনোবিয়া আবদেলমোনিয়েম এর মত এক মতামত প্রদান করেছেন, তিনি বলছেন:
9أما عبد المنعم فيشك في احتمال أن يغلق المتزمتون صوت موقع إسلام أونلاين المعتدل.নতুন কাতারি প্রশাসনকে বলা হচ্ছে অনেক রক্ষণশীল, যারা বিশ্বাস করে ওয়েবসাইটে কেবল রক্ষণশীল ধর্মীয় বিষয়সমূহ থাকবে বাকী সব অপসারণ করা হবে।
10تعبر زينوبيا عن رأياً مشابهاً لرأي عبد المنعم:টুইটারে, আইওএলের এক প্রাক্তন সাংবাদিক মোহাম্মেদ সংবাদটি প্রচার করে দিয়েছেন, তিনি বলছেন:
11يقال عن الإدارة القطرية الجديدة أنها إدارة غاية في التشدد ومهتمة بحصر الموقع ليكون منبراً للمسائل الدينية المتزمتة وإزالة باقي الأقسام. وفي نفس الوقت ينشر محمد وهو صحفي سابق في إسلام أونلاين، الأخبار العاجلة على تويتر:@মোহাম্মেদওয়াই: মিশর এবং আরব বিশ্বে বাণিজ্যিক প্রতিষ্ঠানের জুরনোস ওরফে সাংবাদিকতা করা (জুরনোস; কর্পোরেট প্রতিষ্ঠানের ধামাধরা সাংবাদিক): জার্নালিস্ট@ইসলামঅনলাইন নতুন প্রশাসন তাকে ঢেলে সাজাচ্ছে, কোম্পানীর খারাপ অনুশীলনের বিরুদ্ধে তারা চুপচাপ রয়েছে।
12لكل الصحفيين في مصر والعالم العربي: تتحرش الإدارة الجديدة بصحفيو إسلام أونلاين ليصمتوا عن السياسات السيئة للشركة.@মোহাম্মেদওয়াই: কাজেই যখন কর্মীরা তাদের সমস্যা সম্বলিত এক দরখাস্তে সই করে, তখন প্রশাসন কর্মীদের উপর তদন্ত করা শুরু করে।
13إذاً فعندما يوقع العاملين عريضة تشرح مطالبهم، تضعهم الإدارة رهن التحقيق.ডাব্লিউটিএফ #ইসলামঅনলাইনের বিষয়ে ভুল ধারণা করেছিল?
14ماذا يحدث في إسلام أونلاين بحق الجحيم؟ يعمل عبد الله الشامي ومحمد غفاري على البث المباشر، وفي نفس الوقت يقومون بتحديث تويتر ورفع صور الاعتصام.যে সব সাংবাদিক ধর্মঘট যোগ দিয়েছেন, তাদের মধ্যে আবদুল্লাহ এল শাহমাই এবং মোহাম্মাদ গাফারি উভয়ে রয়েছেন, তারা সরাসরি তাজা সংবাদ প্রদানের উপর কাজ করছেন, তারা সব সময় তাদের টুইটার একাউন্ট সচল রাখছেন এবং উক্ত এলাকা থেকে পাওয়া ছবি পোস্ট করছেন।
15إلى من يهمه الأمر، البث المباشر لاعتصام لموظفي إسلام أونلاين هنا: http://www.ustream.tv/channel/iol-on-air@গাফারি: যারা সচেতন তাদের জন্য, #ইসলামঅনলাইন-এর কর্মচারীদের ধর্মঘটের তাজা সংবাদ সরাসরি এখানে প্রদান করা হল: এচইটিটিপি://ডাব্লিউডাব্লিউডাব্লিউ. আসস্ট্রিম.
16لم ينسى غفاري أن يذكر كيف كان للنساء دور فعّال في الاعتصام:টিভি/চ্যানেল/আইওএল-অন-এয়ার গাফারি উল্লেখ করতে ভোলেননি যে, ধর্মঘটের ক্ষেত্রে মেয়েরা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে:
17@Ghafari: مش محتاج اقول اد ايه العنصر النسائي كان مشارك في الاعتصام والهتاف وتأليف الشعارات كمان http://bit.ly/cDXyf4 #IslamOnline #strike #womenউল্লেখ করার কোন প্রয়োজন নেই যে মেয়েরা এই অবস্থান ধর্মঘটে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং একই সাথে তারা এই বিষয়ে তৈরি হওয়া শব্দের উপর সুর তৈরি করছে!!
18تبعث نادية العوضي أيضاً بتوييتاتها لتخبرنا عن أحداث الاعتصام على مدار الساعة:নাদিয়া এল আওয়াদি তার বন্ধুদের মাধ্যমে সময়নুসারে টু্‌ইটারে তাজা সংবাদ প্রদান করছে, যেখানে সে উল্লেখ করেছে:
19@নাদিয়াই: #ইসলামঅনলাইনের মহিলা কর্মচারী তার স্লিপিং ব্যাগ (ঘুমানোর বিশেষ বিছানা) নিয়ে সারারাত অফিসে থাকার কথা বলছেন, যাতে সে তার ধর্মঘট চালিয়ে যেতে পারে।
20ستقضي موظفة ليلتها في المكتب مواصِلةً الاعتصام داخل حقيبة النوم. يناشد مصعب الذي يعمل في إسلام أونلاين الجمهور بعمل نسخة احتياطية للموقع نظراً لعدم وضوح السياسة الجديدة للإدارة القطرية.@নাদিয়াই: #ইসলামঅনলাইনের কর্মচারী @মস৩আবাফ শ্র্রোতাদের আহ্বান জানিয়েছেন যেন তারা তাদের ওয়েবসাইটের উপাদানগুলোকে সমর্থন করে [কাতার বোর্ড এটিকে গ্রহণ করেছে এবং ওয়েবসাইটটিকে পরিষ্কার না করার পরিকল্পনার করেছে]
21يعبّر المدون المصري أحمد شقير عن رأياً يكاد يكون عامّاً، عن كيفية استخدام الإعلام الجديد هذه المرة بطريقة مختلفة:মিশরীয় ব্লগার আহমেদ শোকিইর এমন এক মতামত প্রদান করেছেন যা সকলের অনুভব করে, তিনি মন্তব্য করেছেন কি ভাবে নতুন প্রচার মাধ্যম ভিন্ন ভাবে এই সময় ব্যবহার হচ্ছে:
22:Shokeir@ أعتقد أن إعتصام إسلام اون لاين هو الأول الذي يتم بثه مباشر من موقع الحدث فيديو ستريم على الإنترنت - لاشك انها ستصبح وسيلة فعالة ومنشرة قريباআমি মনে করি ইসলামঅনলাইনের ধর্মঘট, সবার আগে অনলাইনে সরাসরি প্রচার (স্ট্রিম) হবে। আমি বিশ্বাস করি ভবিষ্যৎ-এ এটি কার্যকর এবং সব জায়গায় ছড়িয়ে পড়ার এক উপাদানে পরিণত হতে যাচ্ছে।
23ومن الجدير بالذكر أن إشاعة انتشرت عبر تويتر مضمونها استقالة الشيخ القرضاوي:উল্লেখ করা প্রয়োজন, টুইটারে গুজব ছড়িয়ে যে এল কারাদাউইয়ি হয়ত পদত্যাগ করতে পারে, মোহাম্মেদ অন্তত তাই মনে করেন:
24تتجنب الإدارة الجديدة الشيخ القرضاوي نظراً لأنه يريد اتخاذ جانب الموظفين: على لسان فتحي من إسلام أونلاين@মোহাম্মেদওয়াই: কাতারের #ইসলামঅনলাইনের ব্যবস্থাপনা পরিষদ আল-কারাদাউইয়ির আহ্বানকে উপেক্ষা করছে, কারণ তিনি কর্মচারীদের পক্ষে অবস্থান নিতে যাচ্ছেন (আইওএলের ফাতির মাধ্যমে)।
25ودعم هذا توييتة أخري من نادية:নাদিয়ার জন্য করা আরেক টুইটের মাধ্যমে তাকে সমর্থন করা হয়েছে:
26تكلم معتز الخطيب، منتج برنامج الشيخ القرضاوي في قناة الجزيرة مع سكرتارية الشيخ أنه يفكر في الاستقالة.@নাদিয়াই: শেখ আল কারদাউইয়ির আল জাজিরার প্রদর্শিত অনুষ্ঠানের পরিচালক মোতাজ-এল খাতিব শেখের সেক্রেটারির সাথে কথা বলেছেন, যিনি এখনো পদত্যাগ করার কথা ভাবছেন।
27وختم غفاري تحديثاته قبل نومه أنهم لن ينهوا الاعتصام قبل إجابة مطالبهم:ঘুমানোর আগে গাফারি তার উপসংহার টানেন এই বলে যে যতক্ষণ না তাদের দাবি পুরণ হচ্ছে ততক্ষণ তারা তাদের ধর্মঘট তুলে নেবে না:
28Ghafari@: اعتصام العاملين بإسلام اونلاين مستمر حتى الصباح لحين صدور قرار ضمانات العاملين بشكل رسمي IslamOnline#সকাল পর্যন্ত এই ধর্মঘট চলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের সকল অধিকারের দাবি কর্মকর্তারা স্বীকার না করে নেয়।
29المزيد من صور اعتصام إسلام أونلاين هنا.আরো অনেক ছবি পাওয়া যাবে এখানে।