Sentence alignment for gv-ara-20120625-23312.xml (html) - gv-ben-20120628-28292.xml (html)

#araben
1مصر: تقديم مرسي ميترমিশর: মোর্সিমিটার প্রবর্তন
2تم إعلان رئيس مصر الجديد رسمياً يوم 24 من يونيو/ حزيران وهو محمد مرسي.২৪শে জুন মিশরে একজন নতুন রাষ্ট্রপতি সরকারীভাবে ঘোষণা করা হয়েছে এবং তার নাম মোহামেদ মোর্সি।
3أصبح مرسي المنتمي لجماعة الإخوان المسلمين أول رئيس مصري منتخب، وكغيره من المرشحين، كان لديه برنامجه ووعوده التي من أجلها وبناءً عليها - يفترض- انتخبه ورشحه الشعب.মুসলিম ব্রাদারহুডের এই মোর্সি অবাধে নির্বাচিত মিশরের প্রথম রাষ্ট্রপতি এবং অন্যান্য সমস্ত প্রার্থীর মতো তার নিজস্ব রাষ্ট্রপতি প্রার্থীতার কর্মসূচী এবং অঙ্গিকার রয়েছে, ভোটাররা - সম্ভবতঃ - তার উপর ভিত্তি করে তাকে নির্বাচিত করেছে।
4لكن كيف يمكن للمصريين مراقبة مرسي ومحاسبته على وعوده ومتابعة نسبة الإنجاز؟কিন্তু মিশরীয়রা কীভাবে মোর্সিকে তার অঙ্গীকারগুলোর জন্যে দায়ী এবং সেগুলো অর্জনের অগ্রগতি পর্যবেক্ষণ করবে?
5غرد المصري وائل غنيم عن تطبيق جديد يسمح بهذا الأمر.ওয়ায়েল ঘোনিম সেই জন্যে নতুন একটি ব্যবহারিক প্রযুক্তি সম্পর্কে টুইট করেছেন।
6تعقب أداء مرسي (الرئيس المصري المنتخب) http://www.morsimeter.com (بواسطة @ezzatkamel)@ঘোনিম: #মোর্সি'র (মিশরের নবনির্বাচিত রাষ্ট্রপতি) কর্মক্ষমতা অনুসন্ধান: http://www.morsimeter.com (@এজ্জাতকামেল-এর মাধ্যম হয়ে)
7مرسي ميتر، مراقبة أداء مرسي، رئيس مصر المنتخبমোর্সিমিটার, মিশরের নবনির্বাচিত রাষ্ট্রপতি মোর্সি'র কর্মক্ষমতা অনুসন্ধানের জন্যে
8تم إعداد هذا التطبيق بواسطة حركة ظبطك، (@Zabatak)، مبادرة غير هادفة للربح تهدف إلى جعل مصر خالية من الرشوة والفساد، وتصبح آمنة.একটি অলাভজনক উদ্যোগ জাবাতাক (@জাবাতাক) এই ব্যবহারিক প্রযুক্তিটি তৈরি করেছে যাদের উদ্দেশ্য মিশরকে ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং নিরাপদ করা।
9وعلى صفحة مرسي ميتر على فيسبوك، يصفون التطبيق كالتالي:এবং মোর্সিমিটারের ফেসবুক পৃষ্ঠায় তারা ব্যবহারিক প্রযুক্তিটিকে নিচের মতো করে [আরবী ভাষায়] বর্ণনা করা হয়েছে:
10هذه محاولة لتوثيق ومراقبة أداء الرئيس المصري المنتخب محمد مرسي وفيها سيتم مراقبة ماتم انجازه وفق ما أقرّه د. محمد مرسي في برنامجه أول مائة يوم.এই উদ্যোগটি নেয়া হয়েছে নতুন মিশরীয় রাষ্ট্রপতি মোহামেদ মোর্সির কর্মক্ষমতা নথিবদ্ধ এবং নিরীক্ষণ করার জন্যে এবং আমরা তার ক্ষমতায় থাকার প্রথম ১০০ দিনে তার অঙ্গীকারের কি কি অর্জিত হয়েছে সেটা নিরীক্ষণ করবো।
11شارك مستخدمي الإنترنت المصريين آرائهم وأفكارهم حول التطبيق الجديد على تويتر كالتالي:মিশরীয় নেটনাগরিকরা নিচের মতো করে টুইটারে তাদের চিন্তাধারা এবং মতামত ভাগাভাগি করেছে: @ মাগেদবিকে: চমৎকার! http://Morsimeter.com
12مرسي ميتر فكرة ليست سيئة.@ ওমারকামেল: মোর্সিমিটার বাজে কোন ধারণা নয়।
13لكن يجب قياس كم هي جيدة تلك الأفكار للبدء بها.তবে আমরা কতটা ভাল চিন্তা করতে পারি অবশ্যই সেটা পরিমাপ করেই আমাদের শুরু করতে হবে।
14مخطط الحماية سيئ للغايةনিরাপত্তা পরিকল্পনাটি একেবারে বাজে।
15فكرة رائعة لتقدير أداء مرسي.@ আব্দোরিপাবলিক: #মোর্সি'র কাজের মূল্যায়ন করার ধারণাটি চমৎকার।
16ودعاً للدكتاتوريةবিদায় স্বৈরতন্ত্র।