Sentence alignment for gv-ara-20100520-4545.xml (html) - gv-ben-20100525-10933.xml (html)

#araben
1فلسطين:غزة تستضيف كأس العالم لكرة القدم الخاص بهاপ্যালেস্টাইন: গাজা তার নিজস্ব ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছে
2تستعد جماهير كرة القدم لكأس العالم التي سوف تستضيفها جنوب أفريقيا الشهر القادم، لكن الآن هناك كأس عالم أخرى تقُام فى غزة.যে মুহূর্তে সামনের মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য ফুটবল ভক্তরা প্রস্তুত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আরেকটি ফুটবল বিশ্বকাপ চলছে- আর এটি অনুষ্ঠিত হচ্ছে গাজায়।
3حيث لم تتمكن فلسطين من إرسال فريق يمثلها في جنوب أفريقيا، هناك فريق فلسطينيّ يتنافس مع سكان غزة الأجانب الذين شكلوا فرقاً تمثل بلدانهم فى دورة تقام فى أول أسبوعين من شهر مايو/أيار.যখন ফিলিস্তিনিরা দক্ষিণ আফ্রিকার ফুটবল বিশ্বকাপে তাদের দলকে পাঠাতে পারছে না, তখন ফিলিস্তিনিদের একটি দল গাজায় বাস করা বিদেশীদের দ্বারা তৈরি ফুটবল দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, যে সমস্ত বিদেশীরা নিজ দেশের প্রতিনিধি হিসেবে নিজস্ব জাতীয় ফুটবল দল তৈরি করেছে।
4كان المدوّنون الفلسطينيون فى سعادة غامرة بسبب هذه البطولة وقد تمكن اثنان منهم من حضور بعض المباريات.এটি এমন এক প্রতিযোগিতা যা মে মাসের প্রথম দুই সপ্তাহে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা নিয়ে ফিলিস্তিনি ব্লগাররা বেশ উত্তেজিত ছিল-এবং তাদের দুইজন একটি খেলায় উপস্থিত থাকতে পেরেছিল।
5يتحدث الموقع الإلكتروني لكأس العالم في غزة عن تفاصيل هذه البطولة:গাজা বিশ্বকাপের ওয়েবসাইট তাদের এই প্রতিযোগিতা কি নিয়ে, সেই সম্বন্ধে আমাদের ব্যাখ্যা করছে:
6يوجد في الوقت الراهن 1.6 مليون فلسطينيّ محتجزون فى حيرة جغرافية بينما لازالت غزة تحت حصار متعدد الجوانب.সম্প্রতি ১৬ লক্ষ ফিলিস্তিনি ভূ-রাজনৈতিক ভাবে পঙ্গু করে রাখা এক এলাকায় আটকে রয়েছে, যে গাজা নানাবিধ অবরোধের কারণে নানা সমস্যায় জর্জরিত।
7ومشاركة أهل غزة فى المناسبات الرياضية الدولية، بل والعديد من الأنشطة الأخرى الهامة، لا تزال شبه مستحيلة في المستقبل القريب.আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং যৌক্তিকভাবে আরো গুরুত্বপূর্ণ কোন কাজে যুক্ত থাকা, যা অদূর ভবিষ্যৎ-এ গাজার লোকদের জন্যও প্রায় অসম্ভব।
8قطاع غزة ولسببٍ غير مفهوم مُستثنى من بقية أنحاء العالم.বলা যায় গাজা নামক এলাকা সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন।
9وانطلاقاً من روح التكاتف، تم امطلاق “كأس العالم بغزة” وهو مشروع شامل للغاية، يطمح فى تذكير مجتمع غزة والمجتمع الدوليّ أن هناك وجهات نظر مشتركة أكثر من الاختلاف السياسي.[…] সবাইকে একসাথে বাঁধার এক প্রেরণায় গাজা ফুটবল বিশ্বকাপ এক উচ্চমাত্রার পরিকল্পনা যা গাজায় বাস করা সম্প্রদায় ও সারা বিশ্বকে উদ্দীপ্ত করেছে। রাজনৈতিক বৈপরিত্যের মাঝে এটা এমন এক মিল, যা আমরা অনেক বেশি পরস্পরের সাথে ভাগ করে নেই।
10وعلى وجه التحديد، من المقرر أن تقام بطولة لكرة القدم لمدة أسبوعين فى النصف الأول من شهر مايو 2010.
11يلعب فى هذه البطولة حوالى 200 لاعباً محترفاً من غزة مشتركين مع 200 لاعباً من الاجانب الهُواة لتشكيل 16 فريقاً وطنياً للمنافسة على الكأس وهي كأس مصنوعة صناعةً يدوية من حديد غزة الملتوي.দুই সপ্তাহব্যাপী চলা এই বিশেষ ফুটবল প্রতিযোগিতার শুরু হয় এ বছরের মে মাসের প্রথম অর্ধে। গাজার ২০০ জন পেশাদার ও ২০০ জন শৌখিন বিদেশী ফুটবল খেলোয়াড়দের নিয়ে ১৬ টি ভিন্ন ভিন্ন দেশের জাতীয় ফুটবল দল তৈরি করা হয়।
12এটি করা হয় “গাজা বিশ্বকাপ” জেতার জন্য- এটি একটি হাতে বানানো শৈল্পিক বিজয় স্মারক বা ট্রফি যা গাজার বেশ কয়েক ধরনের ধাতু মিশ্রিত লৌহ থেকে তৈরি করা হয়েছে- গাজা বিশ্বকাপ নামক অনুষ্ঠানের আয়োজনের বিষয়টি গাজার ১৬ টি পেশাদার ফুটবল দল এবং গাজায় বাস করা একই সংখ্যক বিদেশী শৌখিন খেলোয়াড়ের দ্বারা সংগঠিত দলের যৌথ অংশীদারিত্বে তৈরি হয়।
13النواة الأساسية لفريق غزة سيتم تشكيلها من 16 فريقاً محترفاً فى غزة وعدداً مماثلاً من الهواة الأجانب المقيمين فى قطاع غزة لأغراض إنسانية.এই সমস্ত বিদেশীরা বিভিন্ন মানবিক কারণে এখানে বাস করে। ছাত্ররা লাইফ অফ বিরজেইট ক্যাম্পাসে লিখছে (বিরজেইট পশ্চিম তীরের একটি বিশ্ববিদ্যালয়), এই প্রতিযোগিতা একটি অসাধারণ ধারণা:
14يعتقد الطُلاّب الذين يكتبون فى Life on Bir Zeit Campus ( و بير زيت هى جامعة فى الضفة الغربية) أن هذه البطولة فكرة رائعة:যারা দক্ষিণ আফ্রিকার শুরু হতে যাওয়া বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য দিন গুনছে আমরা তাদের চেয়ে অনেক উন্নত কারণ তার চেয়ে গুরুত্বপূর্ণ এবং তারচেয়ে উচ্চ-মানের এক বিশ্বকাপ এখানে এখন অনুষ্ঠিত হচ্ছে!
15نحن أرقى بكثير من هؤلاء الذين يعدون الأيام بفارغ الصبر حتى نهائيات كأس العالم التى تقام بجنوب أفريقيا. تقام الآن كأس عالم أكثر أهمية وتسمّى كأس العالم لكرة القدم الخاصة بغزة.আমাদের জন্য দুর্ভাগ্যজনকভাবে বিষয় এই যে আমরা ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থেকে ইতিহাসের সাক্ষী হতে পারবো না, দখলকৃত সীমান্তে সীমিত অনুমতি এবং অবশিষ্ট কর্মকাণ্ডের জন্য, আবার ইন্টারনেট এবং টেলিভিশনের মত খুব সামান্য উপকরণ রয়েছে, যার মাধ্যমে আমরা মনোযোগ দিয়ে খেলা দেখতে পারবো।[
16وللأسف الشديد لن نتمكن من حضور هذا الحدث التاريخي حيث لا تسمح قيود وحدود الاحتلال إلا بقليل من موسيقى الجاز، ولكن لدينا أشياء صغيرة كالإنترنت وأجهزة التلفزيون لمشاهدة المباريات. نحن نتصور أشخاص عاديين ذوى أجسام عادية على مستوى عادي (أو أقل) من اللياقة البدنية.…] আমরা সাধারণ লোকের ছবি তুলছি যাদের শরীরের গঠন সাধারণ এবং সক্ষমতা সাধারণ মানের (অথবা তাদের চেয়ে কম), যারা গ্রীক দেবতা এডোনিস এর মত সুন্দর সিক্স প্যাক (সিক্স প্যাক-সুন্দর পেশীবহুল উদর বা পাকস্থলী)-এর মত সুগঠিত পেশাদার ক্রীড়াবিদের বিপরীত চেহারার, তারা খুব ভালো ফুটবল খেলছে।
17فى مقابل رياضيين محترفين ذوى أجسام رياضية ولياقة بدنية على أعلى مستوى.
18هذا لطيف جداً وعظيم حقاً.এটা খুব সুন্দর! এবং সত্যিই অসাধারণ….
19كأس العالم لفلسطين!বিশ্বকাপের জন্য প্যালেস্টাইন।
20كتب هيثم صبّاح وهو مدون فلسطينيّ مقيم فى البحرين:হাইতাম সাব্বাহ ফিলিস্তিনি এক ব্লগার, যিনি বাহরাইনে বাস করেন।
21يبدو أن جماهير كرة القدم قد نجحت فى تحقيق ما فشلت فيه الحكومات العربية فشلاً ذريعاً وهو: رفع الحصار الإسرائيلى غير الإنساني عن غزة.তিনি বলেছেন: মনে হচ্ছে আরব সরকারগুলো যে কাজ করতে অথবা যা তুলে ধরতে ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে ফুটবল সমর্থকরা সেই কাজটি করতে সমর্থ হয়েছে,: গাজার উপর আরোপ করা ইজরায়েলের অমানবিক অবরোধের ঘটনা তুলে ধরা!
22اثنان من شباب المدوّنين فى غزة كانا في غاية السعادة لحصولهم أخيراً على فرصة لحضور مباراة كرة قدم وكانت هذه أول مرة على الإطلاق.গাজার দুই ব্লগার, যারা বয়সে তরুণ, তারা তাদের প্রথম ফুটবল খেলা দেখার সুযোগ পাওয়ায় উত্তেজিত ছিল। এটি ছিল এই প্রতিযোগিতার দ্বিতীয় খেলা।
23وكانت المباراة الثانية فى البطولة.লিনা আল শরিফ, লাইফ ফ্রম গাজাতে ব্লগ করেন।
24فوجئت لينا الشريف التى تكتب في Live from Gaza أنها تمكنت من الذهاب للبطولة:তিনি ফুটবল খেলা দেখার জন্য স্টেডিয়ামে যেতে পেরে বিস্মিত:
25ملاعب كرة القدم في غزة للرجال فقط.গাজার যে স্টেডিয়াম, তা পুরুষদের জন্য।
26أن تذهب الفتيات إلى مباريات كرة القدم فهو أمر غير مألوف.মেয়েরা স্টেডিয়ামে খেলা দেখতে যাচ্ছে, তা এখানে খুব একটা পরিচিত দৃশ্য নয়।
27فقد أصابني أنا وصديقاتي بعض من القلق خوفاً من أن أهلنا لن يسمحوا لنا بالذهاب.কাজেই আমি এবং আমার বন্ধু শঙ্কিত ছিলাম যে, আমাদের বাবা-মা আমাদের সেখানে যাবার অনুমতি প্রদান করবে না।
28والمثير للدهشة لقد سمح لي أبي بالذهاب مفترضاً أنني سوف أغادر المباراة من الملل.কিন্তু বিস্ময়করভাবে আমার বাবা আমাকে স্টেডিয়ামে যাবার অনুমতি দিল এই ধারণায় যে, সেখানে গিয়ে আমি বিরক্ত হয়ে উঠবো এবং সাথে সাথে স্টেডিয়াম ছেড়ে আসবো।
29ولقد كنت متحمسة بالرغم من أني لست من مشجعي كرة القدم.যদিও আমি ফুটবল সমর্থক নই তারপরেও আমি এতে উত্তেজিত হয়ে উঠলাম।
30ولكن ذلك لا يعني أنني لا أريد أن أجرب الشعور بوجودي فى ملعب كرة القدم وسط ناس يهتفون عندما يمرر الرجال الكرة.কিন্তু তার মানে এই নয় যে ফুটবল মাঠে উপস্থিত থেকে মানুষ ফুটবল খেলায় খেলোয়াড়দের বল অন্যকে দিতে দেখে যে জয়ধ্বনি দিচ্ছে সে অনুভূতি নেবার চেষ্টা করবো না।
31كانت المباراة في تمام الساعة الخامسة مساءاً.খেলা শুরু হবার কথা ছিল বিকেল ৫ টায়।
32لم نُرد أن نكون ثلاث فتيات بمفردنا عند الذهاب الى مكان مليء بالرجال.আমরা তিনজন বালিকা কেবল পুরুষদের এলাকায় একা গিয়ে খেলা দেখতে চাইনি, কাজেই আমার বান্ধবীর ভাইয়েরা আমাদের সাথে এলো (যদিও তারা বয়সে আমাদের চেয়ে ছোট!)।
33ولذلك قد اصطحبنا معنا بعض إخوتنا الذكور (بالرغم من أنهم أصغر منا سناً).স্কার্ফ (মাথার চুল কাপড়ে ঢাকা) পরা তিনটি মেয়েকে স্টেডিয়ামের প্রহরীরা এই দৃষ্টিতে বিদ্ধ করছিল “তোমরা এখানে কি করতে এসেছো?”।
34ثلاثة فتيات محجبات، نظر إلينا حُراس الملعب بنظرة معناها ” ماذا تفعلن هنا؟”তারা ভেবেছিল আমরা সাংবাদিক, কিন্তু আমরা নিষ্পাপ ভাবে জবাব দিলাম “আমরা এখানে এসেছি, কারণ আমরা এই খেলাটি দেখতে চাই”।
35لقد اعتقدوا أننا صحفيات ولكننا قلنا بكل براءة: “نحن هنا لمشاهدة المباراة” وبالرغم من اندهاش الحراس فقد أعطونا مقاعد في الأماكن المخصصة لجمهور الأجانب.তারপরেও তারা বিস্মিত, কিন্তু তারা আমাদের সেখানে বসতে দিল যেখানে কেবল বিদেশী দলের সমর্থকরা ছিল, বাস্তবিক পক্ষে কেবল আমরা এই কয়জন ছিলাম সেখানকার মহিলা দর্শক, যারা পরে আরো মহিলা দর্শক আগমনের আশা করছিলাম।
36وقد كنا نحن الفتيات الوحيدات فى الجمهور إلا لعدد قليل من الفتيات اللاتي أتين في وقت لاحق.
37يمكنك القراءة عن المباراة فى مقالة لينا التي ختمت قائلة:লিনার পোস্টে আপনারা এই খেলা সম্বন্ধে পড়তে পারবেন। লিনা উপসংহার টেনেছে:
38كان يوماً خاصاً بالنسبة لنا.এটা ছিল আমাদের জন্য এক বিশেষ দিন।
39تجربة جديدة قد وصلتنا إلى أقرب ما تكون لمباراة كرة القدم.একটা নতুন অভিজ্ঞতা, যা আমাদের একটা ফুটবল খেলার যতটা কাছে পারা যায়, ততটা কাছে নিয়ে এসেছে।
40كأس غزة لكرة القدم تجربة سوف يقلل الكثيرون من قيمتها.গাজা বিশ্বকাপ এমন একটা কর্মসূচি, যার মূল্য অনেকেই উপলব্ধি করবে।
41لكن فكرة هذا الحدث سوف يضرب جوهر محنة غزة وحصارها.কিন্তু এই অনুষ্ঠানের চিন্তা, গাজার সবচেয়ে দুর্দশার জায়গাটা আঘাত করেছে… অবরোধের জায়গায়।
42الكثير لا يفكر في شباب غزة واحتياجهم لممارسة الرياضة.অনেকেই গাজার তরুণ তুর্কী ও তাদের খেলাধুলার প্রয়োজনীয়তার বিষয়টি নিয়ে চিন্তা করে না।
43لكن هذا الحدث سوف يوفر لبعض سكان غزة التضامن مع قليل من المتعة بسبب مباراة في كرة القدم.এই অনুষ্ঠান গাজাবাসীদের ঐক্যের একটা ধারণা দিয়েছে, ফুটবল খেলার মত বিনোদনের মাধ্যমে।
44وقد نشرت لينا هذا الفيديو القصير التي سجلته خلال المباراة:লিনা তার পোস্টে একটি সংক্ষিপ্ত ভিডিও তুলে ধরেছে, যা খেলা চলাকালীন সময় সে ধারণ করেছিল:
45كتبت آمال صديقة لينا فى Hopeingaza عن حضورها للمباراة: تأييد الأجانب لكأس العالم بغزة كان رائعاً بحق.লিনার বান্ধবী আমাল, সে হোপ ইন গাজা (গাজায় আশা) ব্লগে, এই ফুটবল খেলায় তার উপস্থিতি নিয়ে লিখেছে:
46لقد اعتقدت أنهم لن يتخذوا هذا الأمر بهذه الجدية.এটা বিস্ময়কর বিষয় যে কি ভাবে [গাজায় বাস করা] বিদেশীরা এই বিশ্বকাপকে সমর্থন করেছে।
47بالنسبة لهم فهو أمر بسيط جداً ولكن هذا الأمر البسيط يعني العالم لي ولكل الفلسطينيين. حضور مباراة كرة قدم كانت أمنية من أمنيات حياتي.আমি মনে করেছিলাম তারা এই প্রতিযোগিতাকে খুব গুরুত্বের সাথে নেবে না এবং তাদের কাছে এটা সামান্য বিষয়, তার বিপরীতে তারা এই কাজে এগিয়ে এলো এবং আমাদের সমর্থন করলো, আর আমার এবং সকল ফিলিস্তিনির কাছে এর মানে পুরো বিশ্বের সমর্থন।
48وكان على قائمة أمنياتي الذهاب إلى مباراة كرة قدم بالخارج لأني كنت أعرف أنه لا يمكن أن تكون مباراة هنا في غزة.ফুটবল খেলা দেখতে যাওয়া আমার অন্যতম এক ইচ্ছা ছিল, এ কারণে বিদেশে যেতে চেয়েছিলাম, কারণ আমি জানতাম গাজায় কোনদিন ফুটবল খেলা অনুষ্ঠিত হবে না।
49ولكن غزة قد حققت إحدى أمنياتي بكأس العالم هذا المقام بها.কিন্তু গাজায়, গাজা বিশ্বকাপ ২০১০, আমার এক ইচ্ছাকে পুরণ করেছে।
50كأس العالم هذا مثل صرخة للعالم الخارجي الذي يشاهدنا نعاني تحت الحصار ولا يقدرون على فعل أى شيء كشعب معاق.এই বিশ্বকাপ বাইরের বিশ্বের জন্য এক চিৎকারের মত, যারা আমাদের অবরোধে আটকা পড়ে যন্ত্রণাবিদ্ধ হতে দেখে, যারা অক্ষম মানুষের মত কোন কিছু করতে পারে না,.. এটাই হল সেই কাজ, যা আমরা করতে পারি।