# | ara | ben |
---|
1 | | মিশর: রাষ্ট্রপতির প্রাসাদ প্রাচীরে দেওয়াল লিখন |
2 | مصر: جرافيتي على جدران القصر الجمهوري | মিশরে বিপ্লবী চেতনা চকচকে হয়ে উঠছে বলে মনে হচ্ছে। |
3 | يبدو أن الروح الثورية في مصر محصنة ومحمية، وذلك بفضل الرئيس محمد مرسي المنتزع للسلطة - قراره الأخير الذي أعطاه سلطة واسعة لاتخاذ القرارات. | ধন্যবাদ রাষ্ট্রপতি মোহাম্মদ মোর্সির ক্ষমতা দখলকে - তার সাম্প্রতিক সিদ্ধান্ত তাকে ব্যাপক সিদ্ধান্ত-নেওয়ার ক্ষমতা দিয়েছে। এই সিদ্ধান্ত দেশব্যাপী বিক্ষোভ উস্কে দিয়েছে। |
4 | وقد أثار هذا القرار احتجاجات على مستوى البلاد، وأبرزها اعتصام أُقيم حول القصر الرئاسي. | এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাষ্ট্রপতি প্রাসাদের চারিদিকে অনুষ্ঠিত একটি অবস্থান ধর্মঘট। |
5 | يشارك المصور جوناثان رشاد، الذي استخدم كاميرته بنشاط لتوثيق الأحداث الكبرى منذ بداية الثورة المصرية، الصور التالية من الكتابة على الجدران التي تحكي القصة على حسابه على فليكر. | মিশরীয় বিপ্লবের শুরু থেকে ক্যামেরার মাধ্যমে সমস্ত প্রধান প্রধান ঘটনা নথিবদ্ধ করা আলোকচিত্রশিল্পী জোনাথন রাশাদ নিচের ছবিগুলো ভাগাভাগি করেছেন, যেগুলো সেই গল্পটি বলছে তার ফ্লিকার অ্যাকাউন্টে। |
6 | إليكم مجموعة مختارة: | নির্বাচিত কয়েকটি এখানে দেওয়া হলো: |
7 | جرافيتي على الجدران تصور الرئيس مرسي على أنه أخطبوط يسبح في بحر من الدم (تحت رخصة المشاع الإبداعي) | দেওয়াল লিখনে রাষ্ট্রপতি মোর্সিকে একটি রক্তের সমুদ্রে সাঁতার কাটা একটি অক্টোপাস হিসেবে দেখানো হয়েছে। (সিসি বাই-এনসি-এসএ ২. |
8 | “”ارحل يا خروف” في اشارة الى الرئيس مرسي، يشير إلى سلوك القطيع مثل جماعة الإخوان مسلمين (تحت رخصة المشاع الإبداعي) | ০) ‘ভেড়াদের ছাড়ো', মুসলিম ব্রাদারহুডের আচরণকে একটি পালের মতো ইঙ্গিত করে রাষ্ট্রপতি মোর্সিকে নির্দেশ করা হয়েছে। (সিসি বাই-এনসি-এসএ ২. |
9 | ‘ارحل يا اهبل' ‘باطل' (تحت رخصة المشاع الإبداعي) | ০) ‘চলে যাও, গাধা' ‘জারজ' (সিসি বাই-এনসি-এসএ ২. |
10 | | ০) সামরিক পুলিশকে চিত্রায়ণ, মিশরের ক্রান্তিকালে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লংঘনের অভিযোগ করে (সিসি বাই-এনসি-এসএ ২. |
11 | تصوير الشرطة العسكرية، المتهمة بارتكاب انتهاكات جسيمة لحقوق الإنسان ضد المتظاهرين خلال الفترة الانتقالية في مصر (تحت رخصة المشاع الإبداعي) | ০) প্রাসাদের সামনের অবস্থান ধর্মঘটটি আক্রান্ত হয়েছে ৫ই ডিসেম্বর তারিখে। এতে ৬ জন মারা যায় এবং আহত হয় আরো অনেকে। |
12 | أسفر الهجوم الذي تعرض له الاعتصام أمام القصر يوم 5 ديسمبر/ كانون الأول عن 6 وفيات وجرحى أكثر من ذلك بكثير. | মোর্সি সমর্থকদের হাতে মোর্সি-বিরোধী বিক্ষোভকারীদের অত্যাচারিত হওয়ার সাক্ষ্য-প্রমাণ পরবর্তীতে সামনে আসতে থাকে। |
13 | بدأت شهادات من المعارضين لمرسي عن تعذيب المتظاهرين على أيدي أنصار مرسي تطفو على السطح في وقت لاحق. | বিক্ষোভকারীদের সামনে এগিয়ে যাওয়া প্রতিরোধের জন্যে প্রাসাদের চারিদিকে বিভিন্ন রকম দেওয়াল তোলা হয়। |
14 | وشيدت جدران وأسوار حول القصر لمنع المتظاهرين من الاقتراب. | এসব দেওয়ালগুলিও দেওয়াল লিখন শিল্পীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। |
15 | استخدمها الفنانون للكتابة والرسم أيضا. ‘جدارك لن تحميك من ايدي الثوار' (تحت رخصة المشاع الإبداعي) | ”তোমার দেওয়াল বিপ্লবীদের হাত থেকে তোমাকে রক্ষা করবে না' (সিসি বাই-এনসি-এসএ ২. ০) |