Sentence alignment for gv-ara-20120516-22196.xml (html) - gv-ben-20120621-27334.xml (html)

#araben
1موريتانيا: جدل حول قيام القاعدة بإعدام موريتانيমৌরিতানিয়া: আল কায়েদা প্রদত্ত মৃত্যুদণ্ডে বিতর্ক
2أثار فيديو بثه موقع الأخبار على يوتيوب استياء كبيرا لدى الشعب الموريتاني، حيث يظهر الفيديو مواطن موريتاني، يبلغ من العمر 40 سنة، يتعرض للاستجواب من طرف عناصر من القاعدة بتهمة التجسس قبل أن يقتلوه بعد اعترافه بعمله لصالح المخابرات الموريتانية.১২ই মে তারিখে মৌরিতানিয়ার আল আখবার ওয়েবসাইটে পোস্ট করা [আরবী ভাষায়] একটি ইউটিউব ভিডিও মৌরিতানীয়দের ক্ষুদ্ধ করেছে। ভিডিওটিতে একজন ৪০ বছর বয়েসী মৌরিতানীয় লোককে গুপ্তচরবৃত্তির অভিযোগে আল কায়েদা সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যাচ্ছে।
3পরবর্তীতে মৌরিতানীয় গোয়েন্দাদের পক্ষে কাজ করার স্বীকারোক্তি দেয়ার পরে তার মৃত্যুদণ্ড কার্যকর [ভিডিওতে দেখানো হয়নি] করা হয়।
4قام هذا المواطن في الفيديو بتسمية بعض القيادات العسكرية والمخابراتية الذي كان يتعامل معها.লোকটি তার সাথে কাজ করা কয়েকজন সামরিক এবং গোয়েন্দা নেতার নাম উল্লেখ করে দাবি করেন যে তারা তার কাজ পরিদর্শন করতেন।
5مدعياً أنها هي التي كانت تشرف على عمله، وذكر أن “الجنرال محمد ولد مكت مدير مكتب الدراسات والتوثيق [الاستخبارات الخارجية] هو المسئول الذي طلب منه الالتحاق بالاستخبارات.”তিনি আরো উল্লেখ করেন যে গবেষণা এবং নথিবদ্ধকরণ (বৈদেশিক তদন্ত) বিভাগের পরিচালক জেনারেল মোহাম্মদ উলদ মাক্ত তাকে নিয়োগ দিয়েছিলেন।
6صورة المواطن الموريتاني "مدونة الكاشف" نشرت مدونة ألاك كوم تقريرا مفصلا عن مقتل المواطن الموريتاني على يد القاعدة وتاريخ عمله مع الاستخبارات الموريتانية والقاعدة، بالإضافة إلى مقالاً تطالب فيه بفتح تحقيق حول القضية:এলেগকম ব্লগ আল কায়েদার দেয়া মৌরিতানীয় লোকটির মৃত্যুদণ্ডের এবং আল কায়েদা ও মৌরিতানীয় গোয়েন্দাদের সঙ্গে তার কাজের ইতিহাস বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।
7এছাড়াও এটি বিষয়টি নিয়ে একটি তদন্ত চালুর দাবি করেছে [আরবী ভাষায়]:
8مستمرون في تجنيد شبان موريتانيين وتقديمهم قرابين لشيطان الأوهام بشمال مالي… حتي الآن ذبح 9 وهنالك العشرات يدفعون دفعا في اتجاه الموت المحقق مقابل دريهمات زهيدة تدفعهم الفاقة لاقتناصها ويكونون الضحية الأقل حظا فيها ويتم تجاهل أسرهم من بعدهم أويقدم لهم شىء على أنه هدايا وهبات وهولايساوى شعرة فى مفرغ الرأس… ولأن الموضوع حيوي ويتعلق بحياة الناس وبأمن البلاد وبقضايا لا يمكن السكوت عليها فإن التحقيق في ملابساته يكون أضعف الإيمان.আমরা এখনো তরুণ মৌরিতানীয়দের নিয়োগ করে উত্তর মালিতে [যেখানে মৌরিতানীয়রা আল-কায়েদার সঙ্গে যুদ্ধ করছে] বিভ্রান্তির শয়তানের কাছে উৎসর্গের জন্যে পাঠাচ্ছি। এখন পর্যন্ত নয়জনকে হত্যা করা হয়েছে এবং মাত্র কয়েক দিরহামের বিনিময়ে দারিদ্রের গ্রাসাচ্ছাদিত আরো কয়েক ডজনকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।
9তারা হতভাগ্য শিকারে পরিণত হচ্ছে এবং তাদের পরিবারগুলোকে উপেক্ষা করা অথবা উপহারের মতো তুচ্ছ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।
10কারণ সমস্যাটিসহ এটা জনগণের জীবনের পাশাপাশি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় যা উপেক্ষা করা সম্ভব নয়।
11كتبت مدونة الكاشف عن القضية:ন্যূনতম আমরা যা করতে পারি সেটা হলো একটি তদন্ত চালু করা।
12আল কাশিফ ব্লগ বিষয়টি সম্পর্কে লিখেছে [আরবী ভাষায়]:
13আজকের সবচেয়ে বড় কেলেংকারিটা হলো এই দরিদ্র এজেন্টের গল্পটি।
14أم الفضائح اليوم هي قصة ذالك العميل المسكين الذي آمن ذات يوم أن له وطن يفديه بروحه فأرتمى في أحضان الجنرال محمد ولد مكت، الذي أحاله إلى الرائد أحبيبي ولد الدلول، قام العميل بعدة أنشطة في خدمة موريتانيا وقدم عدة معلومات هامة قبل اكتشافه من قبل القاعدة التي صورت فيديو التحقيق معه آخذة تفاصيل الخدمات التي قدمها لبلد دون مقابل الحماية المتوجبة على المسؤولين عنه قبل أن تعمد إلى قتله حسب الأخبار.নিজেকে উৎসর্গ করার যোগ্য তার একটি স্বদেশ আছে বিশ্বাস করে তিনি একদিন জেনারেল মোহাম্মদ উলদ মাক্তের সঙ্গে আলিঙ্গনের জন্যে ঝাঁপিয়ে পড়েছিলেন, যিনি তাকে মেজর আহাবিবি উলদ আল দালুলের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। মৌরিতানিয়ার সেবা করার জন্যে এই এজেন্ট বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন এবং আল কায়েদার কাছে সনাক্ত হবার আগে কিছু গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পাঠিয়েছিলেন।
15অনুযায়ী আল আখবার অনুসারে, আল কায়েদা তাকে হত্যা করার আগে সরকারি সুরক্ষা ছাড়াই দেশের জন্যে তার নেয়া সমস্ত সেবার বিস্তারিত জেনে নিয়ে তাকে তাদের জিজ্ঞাসাবাদের চিত্র ধারণ করেছিল।
16علق الناشط الموريتاني محمد عبدو:অ্যাক্টিভিস্ট মোহামেদ আব্দো মন্তব্য করেছেন:
17@medabdou الإستخبارات الموريتانية تتلاعب بالعملاء الصغار، ارواحهم على المحك وأجورهم ضئيلة وبعد الوفاة يتنكرون لهمমৌরিতানীয় গোয়েন্দা বিভাগ কনিষ্ঠ এজেন্টদের নিয়ে খেলা করছে।
18কম মজুরির কারণে তাদের জীবন সঙ্গীন এবং মৃত্যুর পর তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়।
19وأضاف:তিনি আরো বলেছেন:
20@medabdou قادة الإستخبارات هم من ضمن ألئك الجنرالات أصحاب الكروش الذين لا يفيدون إلا ف “تزواز اللقمة” قوم يحكمون بفكر حجري وعقلية متسلطة ونفسية مريضةগোয়েন্দা বিভাগের প্রধানেরা সাধারণতঃ বড় ভুড়িওয়ালা যারা শুধু তসরুপ করতে পটু; তারা প্রস্তর যুগের চিন্তাভাবনানিয়ে শাসন করেন, উদ্ধত মানসিকতার এবং অসুস্থ ব্যক্তিত্বের অধিকারী।
21أما الناشط محمد ولد جدو فكتب:অ্যাক্টিভিস্ট মোহামেদ উলদ যেদু লিখেছেন:
22@mohdjedou يدعوهم القائد المصاب بالتخمه وهم ينثنون على انفسهم من الجوع ويقول لهم الوطن بحاجتكم يموتون لتكون جماجمهم نياشين تزين صدره.উদরপূর্তি হওয়া নেতারা বুভুক্ষুদের বলে যে তাদের প্রয়োজন এই দেশের এবং তার মরলে তাদের খুলি তাদের বুকে শোভা পায়।
23اي ظلم هذاএই অবিচার কেন?
24وبدوره غرد الناشط أحمد ولد عبد الله بكثافة حول القضية وكتب: @ahmedbah لقد قتلت القاعدة أبنائنا، وجنرالاتنا لاهون مع عاهراتهم، ولياليهم الحمراءঅ্যাক্টিভিস্ট আহমেদ উদ আবদাল্লাহ এই বিষয় নিয়ে অনেক টুইট বার্তা পাঠিয়েছেন।
25@ahmedbah مسكين ذالك العميل، المواطن الذي قتل على الحدود بعد التحقيق معه تحت فوهات البنادق وكشف للقاعدة الحقيقة كلها.তিনি বলছেন: @আহমেদবাহআল কায়েদা আমাদের ছেলেদের হত্যা করেছে আর আমাদের জেনারেলরা তাদের পতিতাদের সঙ্গে নিয়ে তাদের রাত কাটাচ্ছেন।
26‫#عميل‬-مسكينতিনি যোগ করেছেন:
27সেই হতভাগ্য এজেন্টটি সীমান্তে বন্দুকের নলের মুখোমুখি জিজ্ঞাসাবাদে আল কায়েদাকে পুরো সত্যটি প্রকাশক করে দিয়ে নিহত হওয়া একজন নাগরিক।
28এছাড়াও আহমেদ উলদ আব্দাল্লাহ প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট সারকোজির সুবিধার জন্যে মৌরিতানিয়ার এই যুদ্ধে জড়িত হওয়ার সমালোচনা করেছেন:
29وانتقد دخول موريتانيا في حرب لمصلحة الرئيس الفرنسي السابق ساركوزي: @ahmedbah ولأن ساركوزي لا يستطيع أن يغامر بأرواح عملائه، تذكر أن له دين عند الجنرال عزيز فقدمه لحرب لا ناقة لنا فيها ولا جمل.. !এবং সা্রকোজি তার নিজের এজেন্টদের জীবনের ঝুঁকি নিতে না পেরে তার মনে হয় যে জেনারেল আজিজের [মৌরিতানিয়ার প্রেসিডেন্ট] কাছে তার কিছু পাওনা রয়েছে।
30এবং (তাই তিনি) তাকে একটি যুদ্ধ দিয়েছেন যেটা নিয়ে মৌরিতানিয়ার করার কিছুই নেই।