Sentence alignment for gv-ara-20140724-34281.xml (html) - gv-ben-20140907-44735.xml (html)

#araben
1المزيد من حرية الإنترنت للمكسيكমেক্সিকোতে অনলাইনে বাক স্বাধীনতা ও মুক্তির জন্য সংগ্রাম
2صورة ساخرة من قبل شافو ديل تورو (@chavodeltoro)প্রতারণার এই ছবিটি টুইট করেছেন ছাভো ডেল টোরো (@chavodeltoro)
3كتب المقال ألبرتو ر. ليون وجاكوبو ناخيرا.লিখেছেন আলবার্তো আর লেওন এবং জাকোবো নাজেরা।
4يكافح المكسيكيون ضد قانون الاتصالات السلكية واللاسلكية الذي اقترحه الرئيس إنريكي بينيا نييتو والمعروض حاليًا على مجلس الشيوخ.মেক্সিকান নাগরিকরা রাষ্ট্রপতি এনরিখ পেনা নিয়েতোর প্রস্তাবিত এবং বর্তমানে সিনেটে তোলা একটি টেলিযোগাযোগ আইনের বিরুদ্ধে সংগ্রাম করছে।
5من الممكن أن يشكل مشروع القانون تهديدًا خطيرًا لحقوق الإنسان على شبكة الإنترنت: فهو ينتهك الحياد، يسمح بالرقابة وحجب المحتوى، ويطلب من الشركات أن تحفظ بيانات المستخدمين الشخصية على مستوى واسع.খসড়া আইনটি অনলাইনে মানবাধিকারের উপর একটি গুরুতর হুমকি হতে পারে: এটা নেট নিরপেক্ষতাকে লঙ্ঘন, সেন্সরশিপ এবং কন্টেন্ট ব্লক করার সুযোগ করে দিবে এবং ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের বিস্তৃত পর্যায়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং রক্ষা করার প্রয়োজন হবে।
6تتحدث جماعة إنترنت حر للجميع، وهي جماعة مدنية محلية في المكسيك، أن مشروع القانون الحالي مجمد حتى يوليو/تموز مما أدى لعدم اتفاق بين اللجان المكلفة بمراجعة القانون في الربيع الماضي.মেক্সিকোর স্থানীয় নাগরিক দল লাইবার ইন্টারনেট পারা টোডো (সবার জন্য মুক্ত ইন্টারনেট) বলেছে, বিধানিক উদ্যোগ গত জুলাই মাস থেকে “বন্ধ” আছে। এটি ঘটেছে কারণ, আইনটি পর্যালোচনা করার ব্যাপারে কমিটির মধ্যে মতৈকের অভাব।
7في ضوء هذا الاقتراح وإمكانية إدراجه في الدستور المكسيكي، قام المواطنون المكسيكيون بأعمال مختلفة من الاحتجاج على الشبكة وفي الشوارع.এই প্রস্তাবের আলোকে এবং মেক্সিকান সংবিধানে তা একত্রীকরণের সম্ভাবনায়, মেক্সিকান নাগরিকরা ওয়েবে এবং রাস্তায় বিভিন্ন ধরণের প্রতিবাদ সমাবেশ চালিয়ে আসছে।
8في أبريل/نيسان، تم تشكيل سلسلة بشرية رمزية (#NoMásPoderAlPoder) حول مكسيكو سيتي، من منزل الرئيس إلى قناة شابولتك، أكبر محطة تلفزيونية في المكسيك.গত এপ্রিল মাসে মেক্সিকো সিটিতে একটি প্রতীকী মানববন্ধন (#NoMásPoderAlPoder) অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি রাষ্ট্রপতির বাসা থেকে শুরু হয়ে মেক্সিকোর বৃহত্তম টেলিভিশন স্টেশন টেলেভিসা চাপুল্টেক পর্যন্ত পরিচালিত হয়।
9في الآونة الأخيرة بدأت #CascaritaXlaPatria في محاولة لمعارضة قرار مجلس الشيوخ للتصويت على التشريعات الاتصالات السلكية واللاسلكية، في جلسات إضافية، وبتزامن مع كأس العالم في البرازيل 2014.সম্প্রতি, টেলিযোগাযোগ আইনে ভোটের সেনেটের সিদ্ধান্তকে বিরোধিতা করার একটি প্রচেষ্টা হিসেবে #CascaritaXlaPatria সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিলে ২০১৪ সালের বিশ্বকাপ ফটবল চলার সময়ই কাকতালীয়ভাবে এটি ঘটে যায়।
10قدمت مجموعات من الناشطين مقترحات تكنولوجية ورسالة دعم دولية - تشمل المؤيدين: Vía Libre, EFF, Richard Stallman, Cory Doctorow, Nighat Dad and Richard Sennet.সক্রিয় কর্মীদের গ্রুপগুলো প্রযুক্তিগত প্রস্তাব ও একটি আন্তর্জাতিক সমর্থন পত্র উপস্থাপন করেছে - এই জোটের মধ্যে ভিয়া লিবার, ইএফএফ, রিচার্ড স্টলম্যান, করি ডক্টরো, নাঘাত ডাড এবং রিচার্ড সিনেট অন্তর্ভুক্ত।
11এই আইন লেখার একটি বিকল্প প্রযুক্তিগত প্রস্তাব উপস্থাপন করেছে কন্টিনজেন্টিএমএক্স।
12وقدم ContingenteMX اقتراح تقني بديل لكتابة هذا القانون للدفاع عن حقوق الإنسان، حيث تلعب حقوق المواطن المحور الرئيسي وحياد الإنترنت، الخصوصية، وكفالة عدم الاحتفاظ بالبيانات الشخصية - وهذه في حقيقة الطلبات التي تم قبولها من قبل المنظمات الدولية مثل منظمة الجبهة الإلكترونية (EFF)، فضلاً عن التعليقات الصادرة عن شبكة الدفاع حقوق الإنسان الرقمية لتعديل المبادرة للقانون.সেখানে মানবাধিকার রক্ষার উপর জোর দেয়া হয়েছে, যেখান প্রধান লক্ষ্য হবে একজন ব্যক্তির মানবাধিকার নিশ্চিত করা এবং ইন্টারনেট নিরপেক্ষতা, গোপনীয়তা এবং ব্যক্তিগত তথ্যের বিষয়গুলো নিশ্চিত করা থাকবে - এগুলো আসলে ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে গৃহীত হওয়ার জন্য প্রয়োজনীয় বিষয় এবং এই আইনের উদ্যোগ সংশোধনীর ক্ষেত্রে হিউম্যান ডিজিটাল রাইটস নেটওয়ার্কের করা মন্তব্য।
13تاريخ إقرار قانون الاتصالات لا يزال غير مؤكد ولا يزال خطر “الموافقة السريعة” وارد من خلال العملية التشريعية.টেলিযোগাযোগ আইন প্রতিষ্ঠার জন্য নির্ধারিত তারিখ এখনও অনিশ্চিত এবং বিধানিক প্রক্রিয়ার অচলবস্থার কারণে এটি সত্যি এখনও ঝুঁকিতে রয়েছে।
14في حين يصر الشعب والمواطنين ومنظمات المجتمع المدني على إدارج المبادرات المقترحة لهذا الغرض مثل ليبر الإنترنت بارا تودوس (إنترنت حر للجميع) من خلال تأييد 127 ألف شخص.এই কাজের জন্য প্রস্তাবিত নাগরিক উদ্যোগকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বিধানিক অগ্রাধিকার দেওয়ার জন্য জনগণ, নাগরিক ও নাগরিক সংগঠন সচেতন রয়েছে, উদাহরণস্বরূপ, লাইবার ইন্টারনেট পারা টোডোসকে ১২৭,০০০ মানুষ সমর্থন জানিয়েছে।
15লাইবার ইন্টারনেট পারা টোডোস, কন্টিনজেন্টিএমএক্স, লাইবার ইন্টারনেট এমএক্স, ডিফেন্ডার ইন্টারনেটে চলা আলোচনা এবং ঘটনা অনুসরণ করুন।