Sentence alignment for gv-ara-20110824-13101.xml (html) - gv-ben-20110824-19572.xml (html)

#araben
1ইরান: ইসলামিক প্রজাতন্ত্রের জেনারেলদের আজকের রাতটি হবে দুঃস্বপ্নের রাত
2বিদ্রোহী সেনারা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে যে জয় অর্জন করেছে, ইরানের বেশ কিছু সাইবার একটিভিস্ট তা উদযাপন করেছে এবং এই পরিস্থিতিকে ইরান এবং সিরিয়ার সাথে তুলনা করেছে।
3তারা লিবিয়ার নাগরিকদের সাথে এই বিজয়ের উল্লাস ভাগাভাগি করে নিয়েছে, কিন্তু একই সাথে তারা দেশটির ভবিষ্যৎ নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে।
4২৩ খোদদাদ, ইরানের বিপ্লবী বাহিনীর উচ্চপদস্থ দুই সামরিক কর্মকর্তার সাথে গাদ্দাফির তোলা ছবি প্রকাশ করেছে [ফার্সী ভাষায়] এবং লিখেছে, [ইসলামিক প্রজাতন্ত্রের] জেনারেলদের আজকের রাতটি হবে দুঃস্বপ্নের রাত, একটি চরম দুঃস্বপ্নের রাত।
5إيران: ليبيا تسبب الكوابيس لقيادات النظام الإسلاميহামদেল লিখেছে [ফার্সী]:
6احتفل العديد من الناشطين الإيرانيين على الإنترنت بالانتصار الذي حققه الثوار الليبيون على معمر القذافي وقارنوه بالأوضاع الراهنة في سوريا وإيران، لقد جمعتهم بهجة الحرية التي نالها الليبيون ولكن عبروا عن مخاوفهم من المستقبل أيضاً.এতে কোন সন্দেহ নেই যে, সামনে এক গুরুত্বপুর্ণ সংবাদ আসছে। গাদ্দাফির পতন হয়েছে এবং সম্ভবত [সিরিয়ায়] আসাদ সরকারের অপসারণ ঘটতে যাচ্ছে।
7এর ফলে অত্র অঞ্চলের স্বৈরশাসকদের রাতের ঘুম হারাম হতে যাচ্ছে।
8আমার মতে, যে সব দেশের জনতা তাদের শাসকদের চায় না, এবং অনুভব করে যে নিজেদের চাওয়ার বিপরীতে তাদের শাসন করা হচ্ছে, এবং তারা এই ইচ্ছা প্রকাশ করে যে স্বৈরশাসকের ক্ষমতা ত্যাগ করা ব্যতীত কোন বিকল্প নাই, সে ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সাহায্য করবে।
9نشر خورداد صورة تضم القذافي وإثنين من قواد الثورة الإيرانية معلقاَ “قيادات النظام الإسلامي ستواجه أحلاماً مزعجة الليلة، بل كوابيس!”তিউনিশিয়া অবস্থিত লিবীয় দূতাবাসের সামনে জনতা গাদ্দাফির পতন উদযাপন করছে। ছবি সাঘাইয়ের খালেদের।
10كتب حمدل:© ডেমোটিক্সের
11Have no doubt, important news is on the way.ফেসবুকে, ফ্রিডম ম্যাসেঞ্জার বলছে:
12The fall of Gaddafi and a possible overthrow of Assad [in Syria] is making dictators in the region lose their sleep.গাদ্দাফিকে উৎখাত করা হয়েছে এবং আসাদের পতন ঘটবে। আসুন আমরা [আমাদের সব] স্বৈরশাসকদের আর বিরাম বা সুযোগ নিতে না দেই।
13In my opinion, where people do not want their regimes, and feel they're ruling against their interest, and display their will that the dictators have no other option than to go, then the international community will help them.আসুন আমরা বৃহস্পতিবার রাতে বাড়ীর ছাদে আল্লাহ আকবার [ আল্লাহ মহান] ধ্বনি প্রদান করি। ইউনি ইরান লিখেছে [ফার্সী ভাষায়]:
14ليس عندي شك أن الأيام القادمة ستحمل أخباراً هامة، سقوط القذافي وإمكانية الإطاحة بالأسد تطير النوم من عين أي دكتاتور في المنطقة، اعتقد أنه إذا أعربت الشعوب عن رفضها لأنظمتها ولم تقبل سوى برحيل رؤوس النظام فسيتضامن المجتمع الدولي معها.গাদ্দাফি, এক আধা উন্মাদ স্বৈরশাসক, তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। ধর্মপ্রাণ নয়, এমন একজনের চেয়ে ধর্মীয় পরিচয় যুক্ত এক স্বৈরশাসকে উৎখাত করা অনেক বেশী কঠিন।
15فريدم ماسنجر على فيسبوك:আন্দিসে বলছে [ফার্সী ভাষায়]:
16سقط القذافي وسيسقط الأسد أيضاً، دعونا لا نمهل دكتاتورنا، لنهتف جميعاً الله أكبر من فوق أسطح منازلنا يوم الخميس.লিবীয় নাগরিকের জন্য যে আমি কত খুশি তা ভাষায় প্রকাশ করতে পারব না।
17يوني إيران يقول: لقد أطاحوا بالقذافي الدكتاتور الأشبه بالمجانين، الإطاحة بدكتاتور إسلامي أصعب كثيراً من الإطاحة بدكتاتور لا إسلامي.আরেকজন স্বৈরশাসককে ক্ষমতা থেকে উৎখাত করা হল এবং জনতা স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে, তবে আমি শঙ্কিত যে উগ্র মৌলবাদীরা না আবার ক্ষমতা দখল করে নেয়।
18أنديش يقول:
19لا أستطيع أن أعبر عن مدى سعادتي بانتصار الليبيين، لقد رحل دكتاتور آخر وتتقدم الشعوب نحو حريتها، ولكن قلق من الجماعات الإسلامية المتطرفة التي قد تستولي على الحكم.সারয়েশতেমান লিবীয় বিপ্লবের এই ঘটনা উদযাপন করেছে এবং শ্রদ্ধার সাথে কয়েকটি টুইট করেছে, “ আজ লিবীয়া কোথায় আর ইরান কোথায়?”। আলি 222 লিখেছে [ফার্সী ভাষায়]:
20احتفل سيرويشتمان بالثورة الليبية وتساءل متحسراً على تويتر “أين الليبيين الآن وأين الإيرانيين؟” أليريزا يقول:লিবীয়ার জন্য আমি খুশি কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আমি চিন্তিত।
21أنا سعيد من أجل الليبيين ولكني خائف من المستقبل، ربما يكون هذا الخليط من المشاعر هو قدر من يولدون في دول العالم الثالث، أتمنى ألا تأخذ ثورتهم نفس مثار ثورة الإيرانيين عام 1979.হয়ত তৃতীয় বিশ্বে জন্মগ্রহণ করার মানে হচ্ছে এই ধরনের অনুভূতি আপনাকে ঘিরে রাখবে। আমি আশা করব যে তারা ১৯৭৯ সালে সংঘঠিত ইরানী বিপ্লবের পদাঙ্ক অনুসরণ করবে না।