Sentence alignment for gv-ara-20100116-3103.xml (html) - gv-ben-20100115-8739.xml (html)

#araben
1তিউনিশিয়া: হাইতির ভূমিকম্পে তিউনিশিয়ার কূটনীতিবীদ মারা গেছেন
2গত রাতে তিউনিশিয়া বাসীরা নিমগ্ন হয়েছিল জাতীয় ফুটবল দলের খেলায়।
3وفاة دبلوماسي تونسي في زلزال هاييتيসে রাতে দলটি জাম্বিয়ার বিপক্ষে খেলছিল।
4একই খেলায় মগ্ন হয়েছিল দেশটির ব্লগাররাও।
5দেশটির ফুটবল সমর্থকরা দেশের পক্ষে জয়সূচক আনন্দধ্বনি দিচ্ছিল, কারণ দেশটি ২০১০ আফ্রিকান কাপ অফ নেশন্স নামক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
6كان التونسيون منهمكين في مباراة كرة قدم لعب فيها فريقهم الوطني مقابل الفريق الزامبي ولم يختلف عنهم المدونون في ذلك.ডি গ্রুপে পড়া তিউনিশিয়ার খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে লুবাঙ্গাতে।
7গতকাল পোস্টের সংখ্যাও অন্যান্য দিনের চেয়ে কম ছিল এবং খুব কম লোকই হাইতির ভূমিকম্প নিয়ে লিখেছে।
8যারা এই ভূমিকম্প নিয়ে লেখে, তারা হেদি আন্নাবির মৃত্যু নিয়ে লেখে।
9كما أن محبي كرة القدم كانوا يشجعون بلدهم الذي يشارك في كأس أمم أفريقيا (مجموعة D) في لوبانغو.তিনি তিউনিশিয়ার ৬৬ বছর বয়স্ক এক কূটনীতিবীদ।
10আন্নাবি হাইতিতে জাতি সংঘের সেক্রেটারী জেনারেল বা জাতি সংঘ প্রধানের বিশেষ প্রতিনিধি ছিলেন (মিনুসথা)।
11نتيجةً لذلك قلّ عدد التدوينات المنشورة أمس (يوم الأربعاء) عن العادة ولم يُكتب الكثير عن الزلزال الذي وقع في هاييتي، بينما ذكر من كتب عنه وفاة هادي العنابي وهو دبلوماسي تونسي عمره 66 سنة عمل ممثلاً خاصاً للأمين العام للأمم المتحدة في هاييتي.আদিবস১ : হাইতিতে ভূমিকম্প: তিউনিশিয়ার হেদি আন্নাবি, যিনি মিনুসথার প্রধান, তিনি নিখোঁজ রয়েছেন এই শিরোনামে একটি লেখা পোস্ট করেন। ব্লগার বলেন:
12ألّف أديبس1 تدوينة معنونة ب”زلزال في هاييتي: إن التونسي هادي العنابي رئيس بعثة الأمم المتحدة لتحقيق الاستقرار في هاييتي مفقود،” قائلاً:তার বয়স হয়েছিল ৬৩ বছর। আন্নাবি তিউনিশিয়ার এক কূটনীতিবীদ, যার পেশার গুরুত্ব ছিল অনেক উঁচুতে।
13ضرب زلزال عنيف (سبع درجات) الجزيرة الهاييتية يوم أمس في الحادية عشرة بالتوقيت المحلي والخامسة بتوقيت هاييتي، متسبباً في مئات الأموات بالإضافة إلى أضرار شديدة للملكيات.তিনি ২৮ জানুয়ারি, ১৯৯৭-এ ফরাসী নাগরিক জাঁ মারি-গুয়ান্নোর অধীনে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়া শুরু করেন।
14স্টুপিড আইডিয়া একটি লেখা পোস্ট করেছেন, যার শিরোনাম, ‘হাইতিতে জাতি সংঘের শান্তি প্রক্রিয়ায় কর্মরত তিউনিশিয়ার প্রতিনিধি সম্ভবত মারা গেছেন'।
15دُمّر مقر الأمم المتحدة كلياً وفُقد مئات من موظفيها، من ضمنهم الدبملوماسي التونسي الذي ترأس بعثة الأمم المتحدة لتحقيق الاستقرار في هاييتي.এই লেখায় ব্লগার বলেছেন: ইয়াহুর সূত্রমতে জাতি সংঘের তিউনিশিয় কর্মী মারা গেছেন।
16আমি আশা করি এই তথ্য মিথ্যায় পরিণত হবে।
17কিন্তু প্রবন্ধের সূত্রমতে ১৯৯৭-২০০৭ পর্যন্ত জাতি সংঘ শান্তি রক্ষা কর্মসূচির পূর্বতন সহকারী প্রধান এবং ১ সেপ্টেম্বর, ২০০৭, থেকে হাইতিতে জাতি সংঘ প্রধানের বিশেষ দূত হিসেবে কর্মরত (মিনুসথা) জনাব.
18والعنابي دبلوماسي تونسي ذو عمل مهم إذ كان مسؤولاً عن عمليات حفظ السلام في البلد تحت إدارة الدبلوماسي الفرنسي جان-ماري غويهينو منذ 28 كانون الثاني 1997.হেদি আন্নাবি ভূমিকম্পের সময় জাতি সংঘ ভবনে আশ্রয় নেন। এই ভূমিকম্প শহরটিতে ভয়াবহ ভাবে আঘাত হানে।
19كتب بدوره المدون أفكار غبية تدوينة معنون ب”قد مات ممثل تونسي للأمم المتحدة في هاييتي على أغلب الظن،” قائلاً فيها:জাতি সংঘ ভবনে আশ্রয় নেওয়া সকল ব্যক্তি ভূমিকম্পে নিহত হয়েছে।
20إنني أفكر في عائلته.আমরা চিন্তা এখন তার পরিবারকে নিয়ে।