Sentence alignment for gv-ara-20100214-3464.xml (html) - gv-ben-20100215-9470.xml (html)

#araben
1مصر: مدوِّنة تخسر وظيفتها لكشف قصة غشاء البكارة المزيفةমিশর: সতীত্বের ঘটনা নিয়ে তৈরি করা এক ভূয়া কাহিনী উন্মোচন করায় এক ব্লগার তার চাকুরি হারিয়েছে
2ومع استمرار الحال في مصر والشرق الأوسط أن يكون دليل شرف الفتاة هو دم ليلة الزفاف، أذاع راديو هولندا في الترجمة العربية الإعلان الصيني عن غشاء البكارة الصناعي، ونشرت جريدة اليوم السابع أن هذا المنتج سيكون متوفراً في السوق المصري بسعر 83 جنيهاً مصرياً.বিয়ের রাতে মিলনের সময় কন্যার জননাঙ্গ থেকে রক্তপাত হওয়া কন্যার জন্য সম্মানের বিষয়। মিশর এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সম্মানের এই ধারণা প্রচলিত রয়েছে (কারণ তাতে নাকি প্রমাণ হয় যে কন্যাটি সতী বা এর আগে সে কারো সাথে যৌন মিলনে লিপ্ত হয়নি)।
3وانتفض أعضاء مجلس الشعب المحافظون لمنع المنتج والمطالبة بنفي وإعدام أي مستورد، وكأن النساء المصريات ينتظرن المنتج المعجزة الذي سيسهل لهن الجنس خارج نطاق الزواج.রেডিও নেদারল্যান্ডসের আরবী অনুষ্ঠান, চীনের এক কৃত্রিম সতীচ্ছদ কীটের বিজ্ঞাপন আরবী ভাষায় অনুবাদ করে এবং সেই বিষয়ে সম্প্রচার কেন্দ্রটি একটি সংবাদ প্রচার করে।
4وبدأ يفكر المصريون إذا كانت الحكومة ستستورد غشاء البكارة الصيني، وفي نفس الوقت، فُصِلت أميرة الطحاوي من عملها في راديو هولندا لكشفها عن زيف الموضوع برمته.ইয়ুম৭ সংবাদপত্র ঘোষণা দেয়, এই পণ্যটি এলই৮৩ এর মাধ্যমে মিশরের বাজারে কিনতে পাওয়া যাবে। এখন মিশরের মেয়েরা এই অবিশ্বাস্য প্রয়োজনীয় সতীচ্ছদ এর জন্য অপেক্ষা করে আছে, যাতে তারা বিবাহ পূর্ব যৌন সম্পর্কে যেতে পারে।
5সংসদের রক্ষণশীল সদস্যরা মিশরে এই পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারী করতে চান এবং যে কোন ভাবে এই পণ্য মিশরে রপ্তানী করলে রপ্তানীকারককে দেশ থেকে বের করে দেওয়া বা তার মাথা কেটে ফেলার দাবি জানান।
6মিশরীয়রা বিস্মিত হবে, যদি মিশর চীনের নকল সতীচ্ছদ আমদানী করা শুরু করে তা হলে এর পরিণতি কি হবে।
7এদিকে আমিরা আল তাহাউয়ি যিনি রেডিও নেদারল্যান্ডসে এক সময় কাজ করতেন, তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়, কারণ কৃত্রিম চীনা সতীচ্ছদের খবরটি যে রেডিও নেদারল্যান্ডস খানিকটা বানিয়ে প্রকাশ করেছে, সে বিষয়টি তিনি প্রকাশ করে দিয়েছিলেন।
8تكتب أميرة الطحاوي على مدونتها: نعم!তার ব্লগে আমিরা আল তাহাউয়ি লিখেছিলেন:
9হ্যাঁ, গত বছরের ডিসেম্বর মাসে ব্লগে এক লেখা প্রকাশ করার জন্য আমাকে ২৬ জানুয়ারি, ২০১০-এ রেডিও নেদারল্যান্ডস থেকে চাকুরিচ্যুত করা হয়।
10রেডিও নেদারল্যান্ডসের কায়রোর সংবাদদাতার পদ থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে জানিয়ে আমার কাছে একটা চিঠি পাঠানো হয়।
11আমার পোস্টে আমি প্রমাণ করে দিয়েছিলাম যে, তারা ২২ আগস্ট ২০০৯-এ যাচাই না করেই মিথ্যা তথ্যে পূর্ণ এক সংবাদ প্রকাশ করে।
12ففي ٢٦ يناير ٢٠١٠ تلقيت رسالة بفصلي من عملي كمراسلة لإذاعة هولندا بالقاهرة بسبب مقال نشرته، نهاية فاضحة وخلوها من أي أدلة علي رواج المنتج بالفعل في الاسواق في ديسمبر الماضي حول مادة ملفقة نشرت بموقع الاذاعة في ٢٢ أغسطس ٢٠٠٩ عن “رواج غشاء البكارة الصيني” في العالم العربي، وأنه “مخترع ومصنوع خصيصاً للمسلمات والعربيات”، وكنت قد طلبت من الاذاعة تصحيح هذا الخطأ في رسالةٍ - لازلت أحتفظ بها - بتاريخ ١٤ سبتمبر ٢٠٠٩ وذلك بعد أن نشرت مواقع مصرية هذه الكذبة باعتبارها حقيقة - نقلاً عن موقع سوريّ أحال الإذاعة كمصدر - دون أن يكلفوا أنفسهم عناء قراءة المادة الأصلية، وما بها من تجاهل لتاريخ المنتج الذي ظهر في اليابان منذ ١٩٩٣، ولم يخترع أو يصنع تحديداً للمسلمات على يد الصين التي انتبهت لـ “شيزوفرانيا المسلمات والعرب والرغبة في إخفاء عدم عذرية النساء” كما جاء في المادة الركيكة التي نشرتها الاذاعة ودون حتى أن يقرأها أحد لتصحيح أخطائها.
13وجد الكثير من المدونين هذا القرار سخيفاً ومتعسفاً؛ تقول نوارة نجم:এই সংবাদ ছিল আরব জগতে চীনের নকল সতীচ্ছদের প্রবেশ নিয়ে।
14উক্ত সময়ে সম্প্রচারিত এই অনুষ্ঠানে তারা প্রচার করে যে, এই নকল সতীচ্ছদ বিশেষত আরব এবং মুসলিম মেয়েদের জন্য তৈরি করা হয়েছে।
15তারা এখানে একটি তথ্য উপেক্ষা করে যায় সেটি হল, এই পণ্য ১৯৯৩ সাল থেকে জাপানে পাওয়া যাচ্ছে এবং এটা কেবল বিশেষত চীনের তৈরি নয়, যারা উপলব্ধি করেছে সতীচ্ছদ নিয়ে উন্মাদনার মত পরিস্থিতি এবং আরব মহিলাদের প্রয়োজনীয়তাকে, যাদের নকল সতীচ্ছদ প্রয়োজন সতীত্ব সম্বন্ধে মিথ্যা তথ্যে প্রদান করা জন্য।
16এই সাজানো সংবাদের ব্যাপারে আমি রেডিও স্টেশনটিকে তথ্য সংশোধন করার অনুরোধ জানিয়ে ১৪ সেপ্টেম্বর একটা ই-মেইল করি।
17তারা আমার অনুরোধ শুনেও না শোনার ভান করে এবং মিশরীয় অনেক সংবাদ পোর্টাল এই মিথ্যা সংবাদ কোন রকম যাচাই না করে সবখানে ছড়িয়ে দেয়।
18অনেক ব্লগার তাকে চাকুরিচ্যুত করার বিষয়টিকে অনৈতিক এবং অন্যায্য বলে মনে করে, নাওয়ারা নেজাম বিস্মিত :
19وهي لم تسئ للإذاعة الهولندية في حاجة، بأي حق يفصلوها من عملها؟কেন রেডিও নেদারল্যান্ডস তাকে চাকুরিচ্যুত করেছে?
20عموماً هي رافعة قضية دلوقت. عايزين نصيح لها بقى يا شباب.তিনি রেডিও নেদারল্যান্ডসের বিরুদ্ধে আক্রমণাত্মক কিছু তো লেখেননি।
21تنعى إيمان هاشم المهنية الصحفية قائلة:যাহোক, তিনি তাদের বিরুদ্ধে মামলা করেছেন ….
22ان الصحافة فى مصر بقى فيها كتير قاعدين فى بيوتهم بيعملوا من مواضيع وجروبات فيس بوك أخبار أبقى مش ببالغ.চল তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই! এমান হাশিম সাংবাদিকতায় সততার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন; ভদ্রমহিলা লিখেছেন:
23মিশরে সাংবাদিকতার বিষয় সম্বন্ধে বলা যায়, এখানে অনেক তথাকথিত সাংবাদিকে ভরে গেছে, যারা সংবাদ তৈরি করে এবং ফেসবুকে বিভিন্ন দলের মাঝে তৎক্ষনাৎ তৈরি হওয়া সংবাদগুলো গ্রহণ করেন।
24আমিরাকে চাকুরিচ্যুত করা হয়েছে এবং তার অর্থনৈতিক এবং নৈতিক অধিকার প্রদানে অস্বীকার করা হয়েছে, কারণ সে স্পষ্ট করে বলেছিল, “না”!
25أميرة دلوقتى مرفودة من مكان عملها ومانعين عنها حقوقها المادية والأدبية و كل ده عشان قالت لأ.আমিরা তার ব্লগে এ বিষয়ে বিস্তারিত লিখেছে এবং চল আমরা সবাই তার কণ্ঠস্বরকে জোরালো করি এবং সত্য কি তা সবাইকে জানিয়ে দিই।
26তাদের নিরবতার জন্য আমরা তাদের অভিযুক্ত করি, কিন্তু আমরা তাদের কাছে ঋণ স্বীকার করি, যার কণ্ঠে একটা মাইক্রোফোন রয়েছে।
27أميرة نفسها كتبت كل التفاصيل بالروابط والتفاصيل والتواريخ هنا.এভাবেই কি রেডিও নেদারল্যান্ডস মিথ্যা সংবাদ প্রকাশ করার বিষয়টিকে মোকাবেলা করে?
28يا ريت نعلي صوتها ونوصل قصتها للكل.তাদের শ্রোতা এবং পাঠকদের জন্য তাদের শ্রদ্ধা কোথায়?
29إذا كنا بنلوم اللي بيسكت على سكاته، يا ريت نساعد اللى بيتكلم. أنشروا المواضيع فى كل حتة.তারা খুব সহজেই এই তথ্য সংশোধন করে সংবাদ প্রকাশ করতে পারত অথবা অন্য কিছু… যে কোন কিছু করা যেত।
30عرفوا الناس حقيقة إذاعة هولندا القسم العربى ورد فعلها تجاه نشر خبر كاذب عندها. فين الامانة الصحفية؟বাস্তবতা হচ্ছে, তারা এই সংবাদের বিষয়ে কোন ব্যাখ্যা বা এর সাপেক্ষে কোন প্রমাণ দেয়নি।
31এই বিষয়টি বেদনাদায়ক, কিন্তু একটি মিথ্যা সংবাদের কথা তুলে ধরার কারণে এক সৎ সাংবাদিককে চাকুরিচ্যুত করা বাস্তবিক পক্ষে এক রসিকতা মাত্র।
32فين احترام القراء؟ فين احترامهم لنفسهم كإعلاميين؟আমিরার সমর্থনে ডা: মোস্তফা এল নাগগার বলছেন:
33كان ممكن يطلعوا منها ببساطة ودون إحراج نفسهم ويقولوا الموقع ضرب والخبر اتنشر غلط.আমিরা এখন তার সততা ও পেশাদারিত্বের বীপরিত বাস্তবতার ঘটনায় ভীষণভাবে আক্রান্ত।
34كان ممكن يعملوا أي حاجة … أي حاجة.সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখার জন্য তাকে চড়া মূল্য প্রদান করতে হচ্ছে।
35لكن إنهم يرفضوا التوضيح والتكذيب ويتكبروا يعترفوا بالغلط وكمان يرفدوا اللى قالت لأ … يبقى تهريج رسمي. ودافع مصطفى النجار عن أميرة قائلاً:তিনি যে ভাবে মিশরের মেয়েদের রক্ষা করেছিলেন, এখন তাকে সে ভাবে রক্ষা করার জন্য একজনের প্রয়োজন।
36যখন মিথ্যাবাদীরা দাবি করে, মিশরীয় মেয়েরা নকল সতীচ্ছদের জন্য অপেক্ষা করে আছে, তখন এই সংবাদের মধ্যে দিয়ে তারা এদেশের মেয়েদের অনৈতিক চরিত্রের অধিকারী বলে চিহ্নিত করে।
37আমি মিশরীয় সকল নারীদের কাছে আবেদন জানাচ্ছি, যেন তারা আমিরাকে তার প্রদান করা ভালোবাসা ফিরিয়ে দেয় এবং তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসে, কারণ আমিরা তার চাকুরি হারিয়েছে।
38أميرة الآن تتألم مما حدث لها وهي تدفع الثمن نظراً لوقفتها الشجاعة وانحيازها إلى المعايير المهنية الاعلامية، أميرة تدفع الآن ثمن موقفها النبيل للدفاع عن سمعة المصريات الذين تورط بعض أدعياء الصحافة وروجوا أنهن ينتظرن غشاء البكارة الصناعي وأن الصين صنعته خصيصاً للسوق المصري، أستحي من هذا الموضوع وأكتب فيه بضيق لسخافته ولكن أدعو كل امرأةٍ مصرية أن تدافع عن إنسانةٍ تدفع الثمن دفاعاً عن سمعة بنات بلدها، أدعو منظمات حقوق المرأة أن تتضامن مع أميرة بشكل عمليّ وفوريّ حتى تنال حقوقها المادية والمعنوية التي تم إهدارها بسبب موقفها الشجاع، لا يصح أن تجد أميرة نفسها وحدها في مشكلتها التي هي صفعة علي وجوهنا جميعاً ونحن نطلب مجرد الاعتذار ممن أساءوا لنساء مصر، أدعو كل الشرفاء أن يقفوا مع فتاة مصرية انحازت للقيم والمبادئ والوطن فدفعت الثمن.
39وأيضاً يكتب مصطفى فتحي مقالةً في فيس بوك وينشر كريم البحيري على مدونته تضامناً مع أميرة.আমি নারী অধিকার আন্দোলনের সাথে জড়িত সকল নারীদের আমিরার প্রতি একাত্মতা প্রকাশে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।
40যারা আমাদের সম্মানহানির ঘটনার সাথে জড়িত ছিল, তারা যেন পরিস্কার ভাষায় ক্ষমা চায়, আমরা আনুষ্ঠানিকভাবে এই দাবি জানাচ্ছি এবং তাদের সকলের কাছে প্রশ্ন করছি, যারা সম্মানের নামে এই বিষয়ের প্রতি সমর্থন জানিয়েছিল।
41আমিরার সাথে একাত্মতা প্রকাশ করে মোস্তাফা ফাতি ফেসবুকে একটি লেখা প্রকাশ করেছে এবং কারিম এল বেহরিই তার ব্লগে একটি লেখা পোস্ট করেছে।
42২০০৯ সালের অক্টোবর মাসে মোহামেদ এল রাহাল নামের এক ব্লগার একটি নকল সতীচ্ছদ কীট কিনেন এবং এই সতীচ্ছেদের ছবি তার ব্লগে প্রকাশ করেন।
43طلب محمد الرحال الغشاء الصيني في أكتوبر 2009 ونشر صوراً في مدونته.গ্লোবাল ভয়েসেসে এর আগের এক প্রবন্ধে ঘটনাটি তুলে ধরা হয়েছে।