Sentence alignment for gv-ara-20111009-14349.xml (html) - gv-ben-20111009-20627.xml (html)

#araben
1اليمن: الاحتفاء بتوكل كرمانইয়েমেন: তাওয়াক্কল কারমানের পুরস্কার জয় উদযাপন
2هذه المقالة جزء من تغطيتنا الخاصة للثورة اليمنية 2011.এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3توكل كرمان، صحفية جريئة وناشطة في الدفاع عن حقوق الإنسان، وُصفت في صحيفة الجارديان بأنها “خنجر في ظهر الرئيس اليمني علي عبدالله صالح”، سُميت اليوم كأول يمنية تفوز بجائزة نوبل للسلام.তাওয়াক্কল কারমান এক স্পষ্টভাষী সাংবাদিক এবং মানবাধিকার কর্মী। তাকে গার্ডিয়ান নামক পত্রিকা সালেহ-এর [ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ] জন্য এক পথের কাঁটা হিসেবে বর্ণনা করেছে।
4توكل كانت مثالاً بارزاً للشجاعة والإصرار في اليمن منذ عام 2007.আজ তাকে ইয়েমেনের প্রথম নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।
5في الفيديو التالي، المرفوع على قناة “صحفيات بلا حدود”، التي تترأسها توكل، تظهر وهي تقود مسيرة سلمية منددة بالرئيس صالح وبالتدخل السعودي ضد ثورة اليمن وتتعهد بإعادة عهد الرئيس السابق إبراهيم الحمدي الذي اختار اليمنيون تكريم ذكراه في جمعة السابع من أكتوبر/تشرين الأول، مطلقين عليها اسم “جمعة الشهيد إبراهيم الحمدي”.২০০৭ সাল থেকে তিনি ইয়েমেনের এক লড়াকু এবং সাহসী যোদ্ধার অন্যতম উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে আসছেন। নীচের ভিডিও, যা “শৃঙ্খলা বিহীন নারী সাংবাদিক” নামক চ্যানেল পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে কারমানকে, যেখানে তিনি এক শান্তিপূর্ণ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন।
6উক্ত মিছিলে সালেহ এবং ইয়েমেন বিপ্লবে হস্তক্ষেপ করার জন্য সৌদি আরবের নিন্দা জানানো হচ্ছে এবং প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম আলহামাদির শাসনকালের সময়কে ফিরিয়ে আনার জন্য প্রতিজ্ঞা করেছে।
7)الفيديو مرفوع من قبل: belaquood).আজ, (৭ অক্টোবর) ইয়েমেনী নাগরিকরা তাকে সম্মানিত করার উদ্যোগ নিয়েছে।
8توكل كرمان هي قائدة في ثورة اليمن السلمية ضد نظام اليمن الوحشي والفاسد.আজকের দিনটিকে তারা “শহীদ ইব্রাহিম আলহামাদি দিবস নামে” অভিহিত করেছে।
9تحث توكل اليمنيين على أن يستمروا في نضالهم الشجاع للإطاحة بالنظام الديكتاتوري، بينما تقود الهتافات في ساحة التغيير بصنعاء، كما تظهر في هذا الفيديو الذي أوردته أيضاً قناة منظمة صحفيات بلا حدود.(ভিডিও পোস্ট করেছে: বেলাকুদ)। তাওয়াক্কল কারমান, ইয়েমেনের নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত শাসকের বিরুদ্ধে যে শান্তিপূর্ণ আন্দোলন তার নেতৃত্ব প্রদান করছেন।
10তিনি শাসককে ক্ষমতা থেকে অপসারিত করার জন্য আন্দোলনে সবাইকে সাহসী হতে উৎসাহিত করেছেন, যেমনটা তিনি সানার চেঞ্জ স্কোয়ারে মিছিলে নেতৃত্ব প্রদান করে প্রমাণ করছেন।
11بلا شك كانت توكل ملهمة للعديد من الرجال والنساء، ليس في اليمن وحسب.“শৃঙ্খলা বিহীন নারী সাংবাদিক' নামক চ্যানেলের ভিডিওতে যা প্রদর্শিত হয়েছে।
12ردات الفعل على فوز توكل كرمان ملأت تويتر. هنا بعض من ردود الفعل هذه.নিঃসন্দেহে কেবল ইয়েমেনের নাগরিক নয়, তিনি সারা বিশ্বে নারী এবং পুরুষের অনেককে অনুপ্রাণিত করেছেন।
13তাওয়াক্কল কারমানের নোবেল শান্তি পুরষ্কার প্রাপ্তিতে সারা টুইটার জগতে প্রতিক্রিয়া প্রদর্শিত হতে থাকে, এখানে তার কয়েকটি প্রদান করা হল।
14يا إلهي!@টাটো ৭৭০:: ওহ খোদা!
15الناشطة اليمنية توكل كرمان تفوز بجائزة نوبل للسلام، تحيا اليمنইয়েমেনের একটিভিস্ট তাওয়াক্কল কারমান #নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে।
16أول امرأة ويمنية تصل لهذا التكريمভিভা (তার জয় হোক) #ইয়েমেন #ওয়াইএফ। @দোরি_এরিয়ানি:
17لطالما كانت النساء اليمنيات فخورات، ولديهن كل الحق أن يكن كذلك ولكن اليوم فقط يدرك العالم لماذاতিনি ইয়েমেনে নাগরিক এবং এক নারী আর তিনি তা অর্জন করে দেখিয়েছেন! #ইয়েমেন#নারী#তাওয়াক্কলকারমান#নোবেল
18توكل كرمان تتصدر قائمة أكثر المواضيع تردداً عالمياً على تويتر@মেইনোমান: ইয়েমেনের নারীরা গর্বের এক বস্তু এবং তাদের এই গর্ব করার অধিকার রয়েছে!
19الناشطة اليمنية توكل كرمان تفوز اليوم بجائزة نوبل للسلام، هذا انتصار على الرئيس صالح، فوز لكل النساء اليمنيات والعربيات.কিন্তু আজ বিশ্ব তাদের চিহ্নিত করল কেন ইয়েমেন তার নারীদের নিয়ে গর্ব করতে পারে# ইয়েমেন#তাওয়াক্কল#নোবেলপ্রাইজ। @ব্রহম ::
20جمعة سعيدة لليمن والسلام والنساء والربيع العربي وتوكل كرمان، أون سان سو تشي العربটুইটারে #তাওয়াক্কলকারমান বিশ্বের এক আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। @ওমারমাস::
21ما ينبغي ذكره عن توكل كرمان هو دورها في مقاومة الظلم والقمع منذ عام 2007ইয়েমেনের নারী একটিভিস্ট তাওয়াক্কল কারমান আজ শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেছে।
22أفراح ناصر هي مدونة وصحفية يمنية تقيم الآن في السويد بعد تلقيها لتهديدات من النظام.এটা আসলে সালেহ-এর বিরুদ্ধে জয়, এটা ইয়েমেন এবং আরব নারীর ক্ষমতায়নের জয়। @সাপহসাফ:
23أفراح دونت عبر الفيديو ردة فعلها على الخبر ونشرتها في الفيديو التالي:#ইয়েমেনের জন্য এক শুভ শুক্রবার, #শান্তি এবং #নারী আর #আরব বসন্ত এবং #তাওয়াক্কলকারমান গণতন্ত্রের ক্ষেত্রে আমাদের অং সান সূচি।
24@YusraAlA:Proud of being a woman, Proud of being Yemeni, and proud of Tawakul Karman!@ওমেনফ্রমইয়েমেন : ২০০৭ সাল থেকে অন্যায় এবং দমনের বিরুদ্ধে #তাওয়াক্কলকারমান-এর ভূমিকার বিষয়টি স্মরণ রাখা দরকার।
25Congrats #Yemen #yf#সার্পোটইয়েমেন #ইয়েমেন
26আফ্রাহ নাসের, ইয়েমেনের এক সাংবাদিক, যিনি মূলত শাসকদের কাছ থেকে হুমকি লাভের পর, এখন সুইডেনে বাস করেন, তিনি এই সংবাদে তার প্রতিক্রিয়া এই ভিডিওর মাধ্যমে ভ্লগ (ভিডিও ব্লগিং) করেছেনঃ
27ف@ইয়োসরাএ১এ:
28خورة بكوني امرأة، فخورة بكوني يمنية، وفخورة بتوكل كرمان!একজন নারী এবং একজন ইয়েমেনী হিসেবে এবং তাওয়াক্কল কারমান এর জন্য গর্বিত।
29مبروكঅভিনন্দন#ইয়েমেন#ওয়াইএফ।
30ردة فعل توكل كرمان على فوزها تم اقتباسها:তাওয়াক্কল কারমানের নিজের প্রতিক্রিয়া উদ্ধৃত করা হয়েছিল:
31توكل كرمان: “أنا جداً جداً سعيدة بهذه الجائزة.@ওমারমাশ: তাওয়াক্কল কারমান: এই পুরষ্কার প্রাপ্তিতে আমি খুবই আনন্দিত।
32أهدي الجائزة لشباب الثورة في اليمن وللشعب اليمني”.এই পুরষ্কার ইয়েমেন বিপ্লবের তরুণ এবং ইয়েমেনের জনগণকে প্রদান করতে চাই।
33توكل: “أهدي الجائزة لكل الثورات العربية في تونس، مصر، سوريا، وليبيا” مقابلة على الهواء على قناة سهيل الآن.@ইয়েমেন_আপডেট: তাওয়াক্কল: আমি #তিউনিশিয়া #মিশর #সিরিয়া এবং #লিবিয়ার সকল আরব বিপ্লবীর প্রতি এই পুরস্কার উৎসর্গ করলাম।
34দুর্ভাগ্যজনক ভাবে প্রচার মাধ্যমে ইয়েমেনের পরিচয় কেবল সন্ত্রাস এবং সংঘর্ষের কারণে।
35اليمن، لسوء الحظ، لطالما ارتبط في وسائل الإعلام بالإرهاب والعنف، لكن برغم هذا فوز توكل وثورة اليمن الحالية استطاعا أن يربطا اليمن بالسلام، للأبد.তবে তাওয়াক্কল কারমান-এর শান্তি পুরষ্কার এবং ইয়েমেনের বর্তমান বিপ্লব দেশটির সাথে শান্তির বিষয়কে যুক্ত করছে, চিরতরে। @ইয়েমেন_আপডেট টুইট করেছে:
36তাওয়াক্কল-এর #নোবেল শান্তি পুরষ্কার পাওয়ার ঘটনাটি কিছুদিনের জন্য হলে সারা বিশ্বের সংবাদপত্রে শিরোনাম হয়ে থাকবে, এটা #ইয়েমেন বিষয়ক নেতিবাচক যে সব ধারনা তৈরি হয়, তা ভেঙ্গে ফেলবে।
37فوز توكل بجائزة نوبل للسلام سيتصدر الأخبار لفترة من الزمان، مغيراً من الصورة السلبية المرتبطة باليمن.এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ