Sentence alignment for gv-ara-20111210-16198.xml (html) - gv-ben-20111210-21595.xml (html)

#araben
1اليمن: تعز تنزف دما!ইয়েমেন: তায়েজ রক্তাক্ত
2هذا المقال جزء من تغطيتنا الخاصة للاحتجاجات في اليمن 2011.আমাদের এ পোস্ট ইয়েমেন প্রতিবাদ ২০১১- সংক্রান্ত স্পেশাল কাভারেজের অংশ
3لافتة 'تعز تنزف دماً'তায়েজ রক্তাক্ত পোস্টার
4كانت تعز، ثالث أكبر مدينة في اليمن، القلب النابض للثورة اليمنية، وأصبحت أيضاً منذ الأشهر القليلة الماضية قلب الثورة الدامي، خصوصا بعد أن كثفت قوات الرئيس علي عبدالله صالح هجماتها العنيفة على المدينة منذ 26 من مايو / آيار 2011.ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তায়েজ ইয়েমেনি বিপ্লবের প্রাণকেন্দ্র। গত ২৬ মে তে যখন রাষ্ট্রপতি আলি আব্দুল্লাহ সালেহর অনুগত বাহিনী যখন শহরটিতে সহিংস আক্রমণ চালায় তারপর থেকেই গত কয়েক মাস ধরে শহরটি রক্তাক্ত হৃদে পরিনত হয়েছে।
5عرف هذا اليوم بمجزرة تعز، عندما هوجم ميدان الحرية، وأشعلت النار في خيام المعتصمين، ونتج عن ذلك عديد من الوفيات والإصابات.২৬ মে দিনটিকে তায়েজ গণহত্যা নামে অভিহিত করা হয়েছে। সেদিন স্বাধীনতা চত্বরে আক্রমণ চালানো হয় এবং প্রতিবাদকারীদের তাঁবু গুলোতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
6وعرفت تعز منذ ذلك بمدينة الصمود، تقر NajlaMo على تويتر:এ ঘটনায় অনেকে হত হন অনেকে আহত হন।
7شكراً لتعز، لأنك بدأت ما كان علينا البدء به من سنينٍ عديدة، أنت المدينة الشجاعة وكذلك هم أهلك.ঘটনার পর থেকে তায়েজ সিটি অব রেজিলিয়েন্স (প্রতিরোধের শহর) নামে পরিচিতি লাভ করে। নাজলামো : তাঁর টুইটে বলেনঃ
8ثورة اليمن مستمرة على الرغم من توقيع الاتفاقية غير المقبولة بوساطة مجلس التعاون الخليجي.বহু বছর আগে আমাদের যা শুরু করা উচিত ছিল তা শুরু করার জন্য (ভবিষ্যতে শেষ হবে) #তায়েজ কে ধন্যবাদ।
9المسيرات مستمرة بمنتهى القوة رافضة للاتفاقية ومطالـِبـَة بسقوط النظام ومحاكمة صالح.তুমি একটি সাহসী শহর, তোমার লোকেরাও সাহসী। # ইয়েমেন
10لم يحدث أي اختلاف في مدينة تعز بعد توقيع مبادرة دول التعاون الخليجي، 23 نوفمبر، حيث تكثفت الهجمات على المدينة واستمرت قوات صالح في القصف العشوائي على المناطق السكنية.গালফ কো-অপারেশন কাউন্সিলের মধ্যস্ততায় অজনপ্রিয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও ইয়েমেনে বিপ্লব অব্যাহত রয়েছে। চুক্তি বাতিল, সালেহ শাসনামলের অবসান ও সালেহ কে বিচারের মুখোমুখি করার দাবিতে মিছিল আরও জোরালোভাবে এখনও চলমান আছে।
11وبنص الاتفاق، سيتم سحب جميع القوات العسكرية من شوارع المدن وعودتهم لثكناتهم بمجرد تشكيل لجنة عسكرية في غضون خمسة أيام من التوقيع على المبادرة.২৩ নভেম্বর তারিখে জিসিসি উদ্যোগ স্বাক্ষরের পরেও তায়েজ শহরের কোন পরিবর্তন হয় নি। শহরে সালেহ বাহিনীর আক্রমণ এবং আবাসিক এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।
12لكن الحال لم يكن كذلك، بل على العكس، تم الإبلاغ عن وصول مزيد من التعزيزات العسكرية للمدينة، كخرق واضح للاتفاق.চুক্তি অনুসারে মিলিটারি কমিটি গঠিত হওয়ার পাঁচ দিনের মধ্যে শহরের সকল রাস্তা থেকে সকল সামরিক বাহিনীকে প্রত্যাহার করে ব্যারাকে ফিরে যেতে হবে যা আদৌ বাস্তবায়িত হয় নি।
13الاتفاق أيضاً يدعو صالح للتنحي وتسليم السلطة لنائب الرئيس عبد ربه منصور هادي.শহরে আরও বেশি করে সেনা নিয়োজন করা হয়েছে যা সুস্পস্টভাবেই চুক্তির খেলাপ।
14يوضح هذا الفيديو من FreeDomTaiz شدة الهجمات العنيفة التي تشهدها تعز كل ليلة طوال الأشهر الماضية:চুক্তিতে সালেহ কে পদত্যাগ ও উপ- রাষ্ট্রপতি আব্দ-রাব্বু মানসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলা হয়েছে।
15خرج شعب تعز الصامد بعد قصفه ليلاً في تظاهرات في الصباح الباكر من اليوم التالي، لإدانة العنف الذي يواجهونه يومياً، الذي يدمر منازلهم، ويقتل أحباءهم ويرهب أطفالهم.ফ্রিডমতায়েজ এর পোস্ট করা ভিডিওতে তিনি দেখিয়েছেন যে তায়েজে গত কয়েকমাস ধরে তায়েজে সহিংস আক্রমণ তীব্রতর হয়েছে: তায়েজের স্বস্থানে থাকা জনগণ প্রতি রাতেই বোমা বর্ষণের শিকার হন।
16لقد خرجوا إلى الشوارع ليعبروا عن صمودهم والتزامهم بالثورة.এতে তাঁদের ঘরবাড়ি ধংশপ্রাপ্ত হয়, প্রিয়জনের মৃত্যু ঘটে আর সন্তানেরা আতংকিত হয়ে পড়ে।
17তার পরদিন সকালে তাঁরা প্রতিদিন যে সহিংসতার শিকার হন তার প্রতিবাদে মিছিল করেন।
18يهتفون: “تعز حرة لن تركع، ولو أُطلق ألف مدفع”. (نشر الفيديو taizcitynet)বিপ্লবের প্রতি তাঁদের দৃঢ়তা প্রদর্শন ও অঙ্গীকার ব্যক্ত করার জন্য তাঁরা রাস্তায় নামেন।
19وفيما يلي فيلمان يوضحان الهجمات على المدينة حتى في وضح النهار (نشر كليهما mediacentersanaa):তাঁরা উচ্চস্বরে বলেন “তায়েজ মুক্ত, হাজারও কামান গোলা ছুড়লেও আমরা নতজানু হব না”।
20وفي نفس الوقت، أبرز الناشط اليمني عاطف الوزير نقطة وجيهة وسلط الضوء على العنف المستمر بالرغم من التوقيع على الاتفاقية، وتساءل ما هي عواقب مثل هذا الخرق للاتفاقية: @womanfromYemen:( ভিডিওটি তায়েজসিটিভিনেট কর্তৃক পোস্টকৃত) নিচের দুটি ভিডিওতে দেখা যাচ্ছে প্রকাশ্য দিবালোকে শহরে আক্রমণ করা হচ্ছে (দুটো ভিডিওই মিডিয়াসেন্টারসানা কর্তৃক পোস্টকৃত):
21ইতোমধ্যে চুক্তি স্বাক্ষরের পর চলমান সহিংসতা বিষয়ে ইয়েমেনি সক্রিয়তাবাদী আতিয়াফ আলয়াজির জোরালো যুক্তি উপস্থাপন করে প্রশ্ন করেন এ ধরণের চুক্তি ভঙ্গের ক্ষেত্রে কী উপবিধি প্রযোজ্য হবে:
22هل ستسعى الولايات المتحدة، بسبب العنف الواقع في تعز، لفرض عقوبات ضد مخالفي مجلس التعاون الخليجي أو فرض حظر على الإمدادات العسكرية لليمن؟@উওমেনফ্রমিয়েমেনঃ #তায়েজে সহংসতার কারনে # জাতিসংঘ কি # জিসিসি মেজানিজম ভংগকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে অথবা # ইয়েমেনে সামরিক সরবরাহ নিষিদ্ধ করার আহ্বান জানাবে?
23رأى كثيرون أن اتفاقية مجلس التعاون الخليجي “رخصة للقتل” منحت لصالح وقواته.সালেহ এবং তাঁর বাহিনীর জন্য জিসিসি চুক্তিকে অনেকেই “হত্যার লাইসেন্স” হিসেবে ধরে নিয়েছেন।
24عبر عن هذا الرأي من خلال تويتر @SupportBahrainRights:@সাপোর্টবাহরাইনরাইটস তাঁর টুইটে এভাবেই অভিমত ব্যক্ত করেনঃ
25@উইমেনফ্রমইয়েমেন: #ইয়েমেনে জিসিসি চুক্তি মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের বৈধতা দিয়েছে।
26شرعت اتفاقية مجلس التعاون الخليجي ارتكاب جرائم ضد الإنسانية في اليمن.@নুনারাবিয়া@সামেরনাসের@আফ্রানাসের #তায়েজ #জাতিসংঘ #নো টু জিসিসি ডীল
27وأضاف @FahdAqlan:@ফাহদআকলান বলেনঃ
28لا حصانة لأحد ضد القتل في تعز، اللهم إلا القتلة أنفسهم!!.#তায়েজে হত্যাকারী ছাড়া আর কেউ …হত্যা করার বৈধতা প্রাপ্ত নয়!! #ইয়েমেন # নো টু জিসিসি ডীল
29@alruwaishan انتقد كذلك اتفاقية مجلس التعاون الخليجي وصمت الغرب تجاه العنف في تعز، على تويتر:তায়েজের সহিংসতার বিষয়ে নিরব থাকার জন্য জিসিসি চুক্তির সমালোচনা এবং পশ্চিমাদের সমালোচনা করে @আলরুয়াইশান টুইট করেনঃ
30الغرب لا يريد أن يقدم المساعدة، ومجلس التعاون الخليجي واتفاقيته كلاهما بلا قيمة، والإعلام مغيب. تعز تحترق.পশ্চিমারা সাহায্য করতে চায় না, জিসিসি আর তার চুক্তি মূল্যহীন, প্রচার মাধ্যমগুলো অচেতন # তায়েজ জ্বলছে।
31تشير @Ulfat:@উ১ফ্যাট বলেনঃ
32كيف سيرد مجلس التعاون الخليجي على فشل المبادرة؟উদ্যোগ ব্যর্থ হওয়ার বিষয়ে #জিসিসি কিভাবে সাড়া দিচ্ছে?
33إذا لم يدينوا العنف في تعز، فإنهم لم يريدوا أبداً النجاح لتلك المبادرة.তাঁরা যদি #তায়েজের সহিংসতার বিষয়ে নিন্দা না জানায় তবে তারা #ইয়েমেনে সফলতা অর্জন করতে পারবে না
34وهي تطرح سؤالاً لكلا الحسابين الرسميين للأمم المتحدة على تويتر:দুজন জাতিসংঘ কর্মকর্তার টুইটার একাউন্টে তিনি প্রশ্ন করেনঃ
35كل التقارير على تويتر عن تعز تشير لاستمرار العنف.@ইউএন_ স্পোক পারসন @ ইউএন_এইচ আর সি আজ #তায়েজের বাইরে থেকে প্রাপ্ত প্রতিবেদনে জানা যায় যে সহিংসতা অব্যাহত রয়েছে।
36ما موقفكم من هذا؟এক্ষেত্রে আপনার অবস্থান কি?
37كتب @bajaberyemen على تويتر عن آخر أرقام نشرتها صحيفة اليمن المحلية Yemen Post في الثالث من ديسمبر / كانون الأول:# ইয়েমেন ৩ ডিসেম্বরে প্রকাশিত ইয়েমেনের স্থানীয় পত্রিকা ইয়েমেন পোস্ট এর প্রতিবেদনে সর্বশেষ পরিসংখ্যান @ বিবারইয়েমেন টুইট করেন:
38ارتفعت حصيلة القتلى إلى 28 في ثلاثة أيام باليمن.# তায়েজ # ইয়েমেনে গত তিন দিনে মৃতের সংখ্যা ২৮ এ দাঁড়িয়েছে yemenpost.net/Detail12345678…
39ورصد AinYemenEng على تويتر أيضاً مجموع القتلى منذ توقيع اتفاقية مجلس التعاون الخليجي:জিসিসি চুক্তি স্বাক্ষরের পর এ পর্যন্ত মৃতের সংখ্যার বিষয়ে আইন ইয়েমেন ইং টুইট করেছেন:
40منذ توقيع الاتفاقية في الرياض: 33 شهيداً، وأكثر من 152 مصاب.#ইয়েমেন আইন নিউজঃ রিয়াদে স্বাক্ষর হওয়ার পরে: ৩৩ জন শহীদ এবং গালফ স্বাক্ষর হওয়ার পর ১৫২ জন আহত হয়েছেন… fb.me/U0Ap9ksS
41حالياً، تشكيل حكومة الوفاق في انتظار تشكيل اللجنة العسكرية، لازال صالح يعترض مجدداً على الأعضاء اللذين اختارهم أحزاب اللقاء المشترك ليكونوا جزء من اللجنة العسكرية.সম্প্রতি ঐকবধ্য সরকার গঠন ও সামরিক কমিটি গঠন স্থগিত রয়েছে, কারন সামরিক কমিটির অংশ হিসাবে জে এম পি (জয়েন্ট মিটিং পার্টি) সদস্যদের বাছাইয়ের ক্ষেত্রে সালেহ আবারও আপত্তি জানিয়েছেন।
42الناشط اليمني البارز @alguneid المستقر في تعز، كتب عن سبب التأخير على تويتر:@আলগুইএনিদ তায়েজ এ বসবাসকারী একজন ইয়েমেনি সক্রিয়তাবাদী দেরি হওয়ার কারন ব্যখা করেনঃ
43اليمن لن تشكل حكومة حتى تتفق المعارضة مع صالح على لجنة عسكرية.সালেহ ও বিরোধী দলগুলো সামরিক কমিটির বিষয়ে একমত হতে না পারায় # ইয়েমেনে এখন পর্যন্ত মন্ত্রিসভা গঠিত হয় নি।
44وصالح يعترض على مرشحي أحزاب اللقاء المشترك.# জে এম পি মননয়নে সালেহ আপত্তি জানিয়েছেন akhbaralyom.net/news_details.
45ويضيف:p…
46هادي: لن نشكل اللجنة العسكرية حتى تشكل المعارضة الحكومة.@আলগুইএনিদ আরও বলেনঃ হাদিঃ সামরিক কমিটি গঠিত হবে না যতক্ষণ পর্যন্ত বিরোধী দল মন্ত্রিসভা গঠন না করবে।
47المعارضة: لن نشكل الحكومة حتى يشكل هادي اللجنة.বিরোধী দলঃ মন্ত্রিসভা গঠিত হবে না যে পর্যন্ত না হাদি কমিটি গঠন না করবে।
48أنت في اليمن!আপনি @ইয়েমেনে আছেন
49بينما يعترض السياسيون ويستمر الجيش في هجومه على المدينة، يحاول المجتمع المدني أن يلعب دورا حيوياً لإنقاذ المدنيين المستهدفين.রাজনীতিবিদদের অস্বীকৃতির কারনে সামরিক বাহিনী শহরে আক্রমণ অব্যাহত রেখেছে। বেসামরিক জনগণকে রক্ষার জন্য সুশীল সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
50النشطاء في اليمن ينظمون قافلة لدعم تعز بالإمدادات الطبية. والتي ستضم النواب الممثلين للمدينة، وكذلك الشباب والصحافيين الأجانب.ইয়েমেনের সক্রিয়তাবাদীরা মেডিক্যাল সরঞ্জামাদি সহ সাপোর্ট তায়েজ নামক ক্যারাভান ভর্তির কাজ তদারকি করছে।
51تجمع التبرعات من داخل اليمن وخارجها لدعم مدينة تعز الواقعة تحت الحصار.এ ক্যারাভানে শহরের প্রতিনিধিত্বকারী এমপি থাকবেন আরও থাকবেন যুবক দল ও বিদেশি সাংবাদিক।
52@YemenPeaceNews يشرح لنا: تبرعات قافلة دعم تعز بدأت تتدفق.অবরুদ্ধ তায়েজ শহরের সমর্থনে ইয়েমেন এবং ইয়েমেনের বাইরে থেকে অনুদান সংগ্রহ করা হবে।
53أنت أيضا يمكنك أن تسعادنا في إنقاذ الأرواح!@ইয়েমেন পিস নিউজ ব্যখ্যা করেঃ
54الصحفي جب بون يلخص اتفاقية مجلس التعاون الخليجي في مدونته.# সাপোর্ট তায়েজ ক্যারাভান এর অনুদান সংগ্রহের কাজ শুরু হয়েছে।
55يوضح وجهة نظره من خلال تسليط الضوء على المطلوب عمله:জীবন রক্ষার জন্য আপনিও আমাদের সাহায্য করতে পারেন! bit.ly/nTCPem # সাপোর্ট ইয়েমেন #ইয়েমেন # তায়েজ# ওআইএফ
56لكي تحدث تغيرات حقيقية في اليمن، يجب إزالة كلاً الحرس القديم للسياسة اليومية والجيش، وخصوصا أعضاء عائلة صالح.সাংবাদিক জেব বুন জিসিসি চুক্তি বিষয়ে তাঁর ব্লগে লিখেন। কি করা উচিত সে বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেনঃ
57فلا زال حزبه والمؤتمر الشعبي العام يسيطر على أغلبية البرلمان وربما يستمر كذلك حتى بعد الانتخابات في وجود الموالين لصالح القادرين على تغيير نتائج الانتخابات.ইয়েমেনে সত্যিকারের পরিবর্তন আনতে হলে প্রাত্যহিক রাজনীতির পুরনো নেতা এবং সামরিক বাহিনীকে অপসারন করতে হবে, বিশেষতঃ সালেহ পরিবারের সদস্যদের।
58তাঁর দল- জেনারেল পিপলস কংগ্রেস এখনও সংসদে সংখ্যাগরিষ্ঠ এবং নির্বাচনের পরেও তা অব্যাহত থাকতে পারে কারন বর্তমানে সালেহর অনুগতরা নির্বাচনী ফলাফলে হস্তক্ষেপের ক্ষমতা রাখে।
59اليمن لابد لها أن تنتعش. مثل مصر وحزبها الوطني، فينبغي حل المؤتمر الشعبي العام في اليمن من أجل السماح لبناء هيكل برلماني جديد.এনডিপি ও মিসরের মত ইয়েমেনকে নতুন করে শুরু করতে হবে, নতুন করে শুরু থেকে নতুন সংসদীয় কাঠামো দাঁড় করানর স্বার্থে ইয়েমেনের জিপিসি (জেনারেল পিপলস কংগ্রেস) বিলুপ্ত করা উচিত।
60والأهم من ذلك، يجب ألا يكون أبناء الدكتاتور المخلوع قادرين على فرض سيطرتهم على جيش البلاد.সবচাইতে গুরুত্বপূর্ণ হল একজন বহিষ্কৃত স্বৈরশাসকের সন্তান কোনভাবেই জাতীয় সামরিক বাহিনীতে থাকতে পারে না।
61إذا لم يكن صناع القرار في الولايات المتحدة والاتحاد الأوروبي ومجلس التعاون الخليجي والأمم المتحدة على استعداد لمساعدة اليمنيين لإبعاد صالح عن البلاد تماما، سيكون تحديد صلاحياته مسألة شكلية فقط.সার্বিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ই ইউ, জিসিসি ও জাতিসংঘের নীতিনির্ধারকেরা যদি দেশ থেকে সালেহকে বহিস্কারের বিষয়ে সহায়তা করার ইচ্ছা পোষণ করে তবে কেবলমাত্র সেক্ষেত্রে তাঁর ক্ষমতা লুপ্ত হবে।
62لا تزال عائلة صالح تسيطر عل الجيش المسئول عن موت مئات المدنيين.হাজারও বেসামরিক লোককে হত্যার জন্য দায়ী সামরিক বাহিনীকে সালেহর পরিবার এখনও নিয়ন্ত্রন করে।
63لم تغير اتفاقية مجلس التعاون الخليجي أي شيء في الواقع.জিসিসি চুক্তি সরেজমিনে কোন পরিবর্তন ঘটাতে পারে নি।
64والثورة مستمرة من خلال المظاهرات السلمية داخل اليمن وكذلك عنف قوات صالح ضد المدنين في كثير من مدن اليمن.ইয়েমেন জুড়ে শান্তিপূর্ণ বিপ্লব চলমান, একই ভাবে চলমান ইয়েমেনি শহরগুলোতে বেসামরিক জনগণের উপর সালেহ বাহিনীর সহিংসতা। তায়েজকে আরও চড়া মূল্য দিতে হবে।
65ولازالت تعز فيما يبدو تدفع الثمن الأفدح. استخدم الوسم #Savetaiz و#TaizIsBleeding على تويتر لجذب الانتباه لأزمة تعز.শহরের বলিদানের বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য #সেভতায়েজ ও # তায়েজইসব্লিডিং নামে হ্যাসট্যাগে টুইপ্স ব্যাবহার করা হয়েছে।
66أرسل @A_Al3ansy مناشدة من خلال صورة تقول “تعز تحت النار، أوقفوا العدوان عليها”@ এ _আল৩আনসি “ তায়েজে গোলাগুলি, সহিংসতা বন্ধ করুন”-শিরেনামে একটি ছবি পাঠিয়ে সহিংসতা বন্ধের আবেদন জানিয়েছেন।
67#SaveTaiz #Taiz #Yemen #SupportYemen pic.twitter.com/qbF5CHNV#সেভতায়েজ # তায়েজ# ইয়েমেন# সাপোর্ট ইয়েমেন pic.twitter.com/qbF5CHNV
68صورة شاركها @A_Al3nsyছবি @ এ _আল৩আনসি
69আমাদের এ পোস্ট ইয়েমেন প্রতিবাদ ২০১১- সংক্রান্ত স্পেশাল কাভারেজের অংশ