Sentence alignment for gv-ara-20130718-30521.xml (html) - gv-ben-20130719-37510.xml (html)

#araben
1الفنانون صوّروا رمضان الدامي في سورياসিরিয়ায় রক্তাক্ত রমজানকে তুলে ধরেছেন শিল্পীরা
2مبارك وكريم وآمن، هي الكلمات المعتادة التي تتبادر إلى الذهن خلال شهر رمضان، شهر الصيام الإسلامي عندما تجتمع الأسر والمجتمعات المحلية معاً بفرح للصلاة والإفطار.মুবারক (স্বর্গবাসী) করিম (উদার) অথবা শান্তিপূর্ণ শব্দগুলো রমজানের সময় মনে আসা স্বাভাবিক। এই মাসটি ইসলাম ধর্ম মতে রোযা রাখার মাস।
3এ সময় পরিবার ও সম্প্রদায়ের লোকজন আনন্দের সাথে তাদের দৈনন্দিন ইফতারি এবং প্রার্থনা করতে একত্রিত হয়।
4ولكن بالنسبة للفنانين الذين عبّروا برسومهم عن الشهر الكريم في سوريا - الدم، حيث العنف والعجز هي الكلمات الوحيدة التي تبدو مناسبة لوصفه.কিন্তু শিল্পীরা সিরিয়ায় এই পবিত্র মাসের এক ভিন্ন চিত্র বর্ণনা করেছেন - যেখানে রক্ত, সহিংসতা ও অনাশ্রয় শব্দগুলোই যেন এখন বেশি প্রযোজ্য।
5منذ بدء الاحتجاجات أول مرة في مارس ٢٠١١ خلال الربيع العربي، رمضان في سوريا لم يكن مباركا، أو كريما، وخصوصا لم يكن آمناً.২০১১ সালের মার্চে আরব বসন্ত শুরুর প্রথম প্রতিবাদের পর থেকেই সিরিয়ায় রমজান স্বর্গীয় অথবা উদার নয়; বিশেষ করে শান্তিপূর্ণ নয়।
6ما الذي يحدث فعلاً في سوريا؟সিরিয়ায় প্রকৃত অর্থে কি চলছে ?
7لا أحد يستطيع أن يقول.কেউই ঠিক করে কিছু বলতে পারেন না।
8ولكن الذي يمكن للجميع ملاحظته هو عدد لا يحصى من القتلى وعشرات المخطوفين ومئات من الذين يجبرون على الفرار من منازلهم كل يوم.কিন্তু যেটা সবাই দেখছে তা হলো, অগণিত মানুষ হত্যা, কয়েক ডজন অপহরণ এবং শত শত মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে প্রতিদিন পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
9رمضان في سوريا، صورة لأسامة حجاجঅসামা হাজ্জাজ এর মতে, সিরিয়ায় রমজান মাস।
10مؤخراً، وصفت الأمم المتحدة الصراع السوري على أنه “تدهور بشكل كبير” مع ما يصل إلى ٥٠٠٠ شخص يموتون كل شهر.সম্প্রতি জাতিসংঘ বলছে, সিরিয়ার সংঘাত “অত্যন্ত অধোগামী” হয়ে পড়েছে এবং প্রতি মাসে সেখানে ৫,০০০ মানুষ মারা যাচ্ছে।
11ولا يبدو أن شهر رمضان هذا العام سيكون مختلفاً عن أي شهر آخر، بل قد يكون أسوأها.এই বছরের রমজান মাসও সেখানে অন্য কোন মাসের তুলনায় ভিন্ন হবে না। এমনকি এটা আরও খারাপ হতে পারে।
12يبدو أن كلا المعسكرين صمّ أذنيه عن نداء الأمين العام للأمم المتحدة بان كي مون إلى وقف العنف.সহিংসতা বন্ধের জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুন এর আহ্বান উভয় পক্ষই কানে তুলছে বলে মনে হচ্ছে না।
13ولزيادة الطين بلّة فقد ارتفعت أسعار المواد الغذائية والأدوية وفقا لوكالة الأنباء السورية (سانا):এর সাথে যুক্ত হয়েছে আঘাত থেকে অপমান এবং খাদ্য ও ঔষধের মুল্যস্ফীতি। সিরিয়ার আরব সংবাদ সংস্থা (সানা) অনুযায়ী:
14@Sana_English: وزير الصحة #سوريا: قرار رفع أسعار الأدوية يهدف إلى الحفاظ على الأمن الطبي@সানা_ইংরেজিঃ #সিরিয়া'র স্বাস্থ্যমন্ত্রী: ঔষধের নিরাপত্তা সংরক্ষণের উদ্দেশ্যে ঔষধের মূল্য বাড়াতে সিদ্ধান্ত নিয়েছি।
15حمص تحت الحصار، وكذلك الحال في حلب والعديد من المدن الأخرى وفي جميع أنحاء البلاد التي مزقتها الحرب.হোমস শহর অবরোধের মতোই আলেপ্পো এবং দেশ জুড়ে অন্যান্য শহরগুলোও যুদ্ধ বিধ্বস্ত।
16السورية أمل هنانو تلخص الوضع في واحد من رسائلها عبر تويتر:সিরিয়ার আমাল হান্নানো তার টুইটে পরিস্থিতির সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন:
17@ AmalHanano: في اليوم الأول من رمضان، تجويع #حلب.@আমালহান্নানোঃ রমজানের ১ম দিন, #আলেপ্পো অনাহারে ছিল।
18الدولار يصل إلى ٣٠٠ ليرة سورية.একডলারের মূল্য দাঁড়ায় ৩০০ সিরিয়ান পাউন্ড পর্যন্ত।
19لن يوجد طعام أو دواء.কোন খাদ্য বা ওষুধ পাওয়া যায় না।
20#سوريا#সিরিয়া
21حتى دور العبادة لم تسلم.এমনকি ধর্মীয় ভবনও বাদ দেওয়া হয় নি।
22@GotFreedomSY: A Mosque I could once see from our balcony in Syria is now burning to ruins.@গটফ্রিডমসিরিয়াঃ আমাদের বারান্দা থেকে দেখতে যে মসজিদ দেখি তা এখন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে।
23One of many Mosques the Assad regime is destroying in Ramadan.আসাদ শাসনামলে তৈরি অনেক মসজিদ এই রমজানের মধ্যে ধ্বংস করা হয়েছে।
24@GotFreedomSY: المسجد الذي كان باستطاعتي رؤيته من شرفة منزلي أصبح أنقاضاً تحترق.এছাড়াও সিরিয়ার শিল্পীরা অনলাইনে অনেক শিল্প ওকাজের মাধ্যমে পরিস্থিতি দেখিয়েছেন।
25إنه واحدا من العديد من المساجد التي دمرها نظام الأسد في شهر رمضان.তাম্মাম আযযামের আঁকা বিখ্যাত রমজান ক্রিসেন্ট বা চাঁদ এখানে দেখানো হয়েছে: তাম্মাম আযযাম এর মতে রমজান কারিম
26الفنانون السوريون قاموا بتصوير الوضع من خلال العديد من الأعمال الفنية المتاحة على شبكة الإنترنت. هنا، تصّور تمام عزام لهلال أو قمر رمضان الشهير:“সিরিয়া বিপ্লবের ব্যঙ্গচিত্র” ফেসবুক পাতায় শিল্পী হিচাম চামেলি সাড সুহর (ভোরে রোজা শুরুর আগে মানুষ যে খাবার খায়/সেহেরি) পোস্ট করেছেনঃ
27رمضان كريم لتمام عزام وهنا السُحور الحزين للفنان هشام الشمالي منشور على صفحة “كاريكاتير الثورة السورية” على الفيسبوك:সিরিয়ায় ইফতারির [রোজা রাখার জন্য ভোরে যে খাবার খাওয়া হয়] জন্য কেউ বেঁচে নেই।
28لم يتبقى أحد حتى يقوم للسحور في سورياমাহের আবুল হুসেন সিরিয়ায় রমজানের চাঁদ দেখেছেন।
29সিরিয়ার শহরগুলোর নাম দিয়ে গঠিত রমজানের একটি পূর্ণ চাঁদ থেকে রুক্তক্ষরণ হচ্ছে।
30ماهر أبو الحسن يرى رمضان حزينا في سوريا.আর্ট এবং ফ্রিডম ফেসবুক পাতায় ছবিটি পোস্ট করা হয়েছে।
31الهلال يقطر دماً جنباً إلى جنب مع اكتمال القمر الذي كونته أسماء المدن السورية.বাশার [সিরিয়া প্রেসিডেন্ট] কীভাবে ইফতারের জন্য খাদ্য বিতরণ করছেন তা দেখুন।
32الصورة معروضة على صفحة الفن والحرية على الفيسبوك. أنظروا كيف يوزع بشار [الرئيس السوري] وجبات طعام الإفطارবাসমা সউরিয়া পাতায় পোস্টকৃত এই ব্যঙ্গচিত্রে দেখা যাচ্ছে, বাসার সিরিয়ার শহরগুলোতে বোমা মারছেন।
33يستخدم المدفع خلال شهر رمضان للإشارة إلى الناس إلى وقت كسر صيامهم وبداية الإفطار.জর্ডান থেকে ব্যঙ্গ চিত্রকর ওসামা হাজাজ তার সিরিয় প্রতিবেশী এবং ভাইদের অঙ্গীকারের সঙ্গে সহানুভূতি প্রকাশ করেছেনঃ
34في هذا الكاريكاتير الذي نشر على صفحة بصمة سورية يبدو بشار يقصف البلدات والمدن السوريةকিন্তু সবকিছু সত্ত্বেও, সিরিয়রা এখনও হাস্যরস পূর্ণ। যদিও এটা কালো, এমনকি তাদের জীবনের সঙ্গে বহন করে।
35من الأردن، يتعاطف رسام الكاريكاتير أسامة حجاج أيضا مع محنة جيرانه وإخوانه السوريين.টুইটার এবং ফেসবুকে এই ছবিটি দ্রুত ছড়িয়ে পড়েছেঃ
36ولكن على الرغم من كل شيء، لا يزال السوريون يلجأون إلى النكتة، حتى لو كانت سوداء لتساعدهم على المضي قدما في حياتهم. هذه الصورة انتشرت كالفيروس على تويتر وفي الفيسبوك.“বাব আল হারা” [প্রতিবেশীদের গেট] সিরিজটি [আরব বিশ্বে রমজান মাসে বহুল প্রচারিত সিরিজ] সম্প্রচার করতে না পারায় আরবদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ বাশার আমাদের কোন হারা [প্রতিবেশী] অবশিষ্ট রাখেননি।
37نعتذر هذا الرمضان للعرب عن تقديم مساسل باب الحارة لأن بشار ما ترك أي حارة - تلبيسةএই পোস্টের সবগুলো ছবি শিল্পীদের অনুমতিক্রমে ব্যবহৃত।