Sentence alignment for gv-ara-20150722-38445.xml (html) - gv-ben-20150626-49444.xml (html)

#araben
1رسالة من مغنية نيجيرية إلى بوكو حرامনাইজেরিয়ার এক গায়িকার বোকো হারামের জন্য একটি বার্তা রয়েছে
2ننيكا في كارجو، لندن 2009.২০০৯ সালে লন্ডনের কার্গো নামক এলাকায় নেনকা।
3صورة لمستخدم فليكر أندي ليدرر.ছবি ফ্লিকার ব্যবহারকারী এ্যান্ডি লেডেরের-এর ।
4المشاع الإبداعي الترخيص 2.0সিসি বাই-এনসি ২.
5نشر هذا المقال والتقرير الإذاعي للمنتجة أبريل بيفي على موقع العالم وموقع PRI.org يوم 18 حزيران/يونيو 2015، وتم إعادة نشره هنا في إطار إتفاقية لمشاركة المحتوى.০। দি ওয়ার্ল্ড এর জন্য এই লেখা এবং রেডিও প্রতিবেদন তৈরী করেছে এপ্রিল পেয়ভেই, যা ১৮ জুন, ২০১৫-এ পিআরআই. অর্গ-এ প্রথম প্রকাশিত হয়েছে এবং লেখা বিনিময় চুক্তির মাধ্যমে এখানে পুনরায় প্রকাশ করা হয়েছে।
6ننيكا، مغنيه شابة من أصل نيجيري كان لها رد فعل جريء ضد الأسلحة والعنف.নাইজেরিয়ার এক কিশোরী গায়িকা নেনেকার কাছে বন্দুক ও হানাহানির বিরুদ্ধে নিজস্ব এক সাহসী জবাব রয়েছে।
7أغنيتها تُدْعَى “Pray for You” (صلاة لك) وموضوعها يدور حول تواجد بوكو حرام في نيجيريا.“ আপনাদের জন্য প্রার্থনা” নামক গানটি সে গেয়েছে নাইজেরিয়ায় বোকো হারাম-এর উপস্থিতি নিয়ে। বোকো হারাম হচ্ছে দেশটির এক উগ্রবাদী ইসলাম-পন্থী সশস্ত্র দল, যারা কিশোরী মেয়েদের অপহরণের জন্য কুখ্যাত।
8وهي ميليشيا إسلامية اشتهرت بخطف الفتيات الشابات، ما أدّى إلى حملة تويتر العالمية BringBackOurGirls# (أعيدوا لنا بناتنا).তাদের এই ঘটনার কারণে বিশ্বব্যাপী এক টুইটার প্রচারণা আমাদের মেয়েদের ফিরিয়ে নিয়ে এসোর (@ব্রিংব্যাকআওয়ারগার্ল) জন্ম হয়।
9أكدت ننيكا أن أغنيتها تتحدث عن العفو.. “بدلاً من العنف وتناول الوضع بشكل عدواني، ما نحتاج إليه هو حل سلمي”.সে তার গানের মধ্যে দিয়ে ক্ষমা করার কথা বলছে “সহিংস হওয়ার বদলে, সহিংস দৃষ্টিভঙ্গি নিয়ে পরিস্থিতির মোকাবেলা করার বদলে আমাদের যা প্রয়োজন তা হচ্ছে এক শান্তিপূর্ণ সমাধান।
10وتؤكد أن الكثير من النيجيريين يشاركونها الرأي.এবং নেনকা উল্লেখ করেছে অনেক নাইজেরীয় নাগরিক একই অনুভূতি পোষন করে।
11تتكلم بشغف. وبسبب شغفها من أجل التغيير السياسي، يُشَبِهُهَا معجبوها بفيلا كوتي وبوب مارلي.সে তার গানের মাধ্যমে ক্ষমার কথা বলছে “ সহিংস হওয়ার বদলে, সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে পরিস্থিতির দিকে এগিয়ে না গিয়ে ভাবে, আমাদের যা প্রয়োজন তা হচ্ছে এক শান্তিপূর্ণ সমাধান।
12فكلاهما مغنيين عبروا عن أفكارهم ودوافعهم السياسية ووجهة نظرهم من خلال الأغنية.এবং নেনকা উল্লেখ করেছে অনেক নাইজেরীয় নাগরিক একই অনুভূতি পোষন করে। নেনকা ধৈর্য্যের সাথে কথা বলছে।
13تَرى نفسها كقائدة على مضض وتعترف أن لديها عيوب كالكثير من القادة.এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতি তাঁর প্রবল আগ্রহের কারণে তাকে তার ভক্তরা ফেলা কুটি এবং বব মার্লের সাথে তুলনা করছে।
14فما هي تلك العيوب؟ “عندما أتوقف عن الرغبة بالكلام لأن الكثير قد قبل دون أن يتحرك أحد أو يعمل بما يدعو إليه”.এই দুই গায়ক নিজের মনের কথা তাদের গানের মাধ্যমে তুলে ধরেছিল, তারা ছিল রাজনৈতিক ভাবে প্রভাবিত এবং নিজের দৃষ্টিভঙ্গি নিজেদের গানের মাধ্যমে প্রকাশ করেছিল।
15وهنا تسقط ننيكا فيما تُسَميه “ببؤرة الحزن”.নেনকা নিজেকে এক নেতা হিসেবে দেখতে অনিচ্ছুক। সে স্বীকার করে যে অনেক নেতার মত তারও ত্রুটি রয়েছে।
16الحزن هو السكوت.আর তার ত্রুটি কি?
17“ আমি আর কোন কথা বলতে চাই না, কারণ ইতোমধ্যে অনেক বেশী কথা বলা হয়েছে আর কেউ এখন এই ধরনের প্রতিক্রিয়া প্রদর্শন করছে না অথবা তারা যা বিশ্বাস করে তা অনুশীলন করছে না”।
18“ولكن في نهاية اليوم، أعتقد أنني أجمع قواي لكي أصرخ وأغني من جديد”.এখন নেনকা তার ভাষায় “ফাঙ্ক” বা নিরব হয়ে যায়, তবে তাঁর ধারণা “ দিনের শেষে এই নিরবতা থেকে সে আওয়াজ এবং আবার গান গাইবার শক্তি অর্জন করে”।