Sentence alignment for gv-ara-20110427-10885.xml (html) - gv-ben-20110430-17187.xml (html)

#araben
1اليمن: قتيل وعدة جرحى في تظاهرات تعزইয়েমেন: তায়েজের বিক্ষোভে একজন হত, একাধিক আহত
2هذا المقال جزء من تغطيتنا الخاصة بأحداث اليمن 2011আমাদের এ পোস্ট টি ইয়েমেন প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ
3نزل مئات اليمنيون إلى الشارع في مدينة تعز يوم الثلاثاء 26 نيسان - إبريل، للمطالبة بإسقاط نظام علي عبدالله الصالح و قد أفادت صحيفة يمن بوست (بالإنجليزية) عن مقتل شخص وإصابة أربعة آخرين برصاص حي عندما هاجم عناصر الحرس الجمهوري المتظاهرين.ইয়েমেনের তায়েজে আজ হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে এবং আলি আব্দুল্লাহ সালেহর শাসনামল উৎখাতের আহ্বান জানায়। ইয়েমেন পোস্ট এর মতে বিক্ষোভকারীদের প্রতি রিপাবলিকান গার্ড ফোর্স তাজা গুলি চালালে একজন বিক্ষোভকারী নিহত হন এবং চারজন আহত হন।
4لم يردع المطر الرجال والنساء والأطفال من السير في شوراع تعز حاملين مظلاتهم وملوّحين بأعلامهم.বৃষ্টি সত্বেও নারী, পুরুষ এবং শিশুদের ছাতা মাথায় দিয়ে এবং পতাকা হাতে নিয়ে তায়েজের সড়কগুলোতে মিছিল করতে দেখা যায়।
5هنا مقطع فيديو من تصوير multisal999 يبين بعض مشاهد الاعتصام.মালটিসা১৯৯৯ বিক্ষোভের দৃশ্যগুলোকে ভিডিও করেন:
6وبعدها مباشرة تظهر مشاهد ضرب المتظاهرين بالرصاص على يوتيوبইউটিউব-এ অল্প কিছুক্ষণ পরেই অন্য ফুটেজে দেখা যায় যে বিক্ষোভকারীরা গুলির শিকারে পরিণত হয়েছে।
7সতর্কতা: গ্রাফিক ভিডিও রামজি২০১১১০০-এর পোস্ট করা চলমান এ ভিডিও তে দেখা যায় বিক্ষোভকারীরা মাথায় আঘাতপ্রাপ্ত একজন বিক্ষোভকারীকে বহন করে নিয়ে যাচ্ছেন।
8تحذير: مشاهد قوية و صادمةএ ভিডিওটি আজ আপলোড করা হয়। ভিডিওটিতে বলা হয়:
9ينشر رامز2011100 صور لمتظاهرين يحملون شخصاً أصيب في رأسه وكتب الرسالة التالية:তায়েজে ক্ষয়-ক্ষতি, শাব বিদ্যালয়ের সামনে নিরাপত্তা বাহিনী তাজা গুলি ব্যবহার করেছে।
10سقوط جرحئ في تعز برصاص الامن الحي الي استخدم امام مدرسة الشعب لقطات مشابهة، التقطها مفيد 2022 وعنوانها كالتالي:মুফিদ২০২২ কর্তৃক ধারণকৃত এ ভিডিও-তে দেখা যায় নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত অপর একজন ব্যক্তিকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে।
11قوات امن على صالح تقتل احد المتظاهرين وتجرح اخرين تعز”ভিডিওটি আরবিতে: ” তায়েজে আলি সালেহর বাহিনী একজনকে হত্যা করেছে এবং অনেককে আহত করেছে।”
12ملحقاً الفيديو بالشرح التالي:ভিডিওটির বর্ণনায় বলা হয়:
13اليوم في تعز بالقرب من مدرسة الشعب بدء الجيش باطلاق النار على المتظاهرين وقتل احد المتظاهرين وذلك بعد خروج المتظاهرين ورفضهم لموافقة المعارضه على المبادره الخليجية .আজ তায়েজে শাব বিদ্যালয়ের কাছে সেনাবাহিনী বিক্ষোভকারীদের প্রতি গুলি চালালে একজন নিহত হয়। গাল্ফ কোপারেটিভ কাউন্সিলের উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভকারীরা রাস্তায় সমবেত হয়।
14المتظاهرين دائما كانو يعتقدون بان الجيش في حمايتهم ضد التعسف الامني من قبل قوات الامن المركزي والحرس الجمهوري التي اتضح انها اكذوبه.বিক্ষোভকারীরা সবসময়ই মনে করতো পুলিশের নির্মমতা, নিরাপত্তা বাহিনী ও রিপাবলিক গার্ডদের সহিংসতা থেকে সেনাবাহিনী তাঁদের রক্ষা করবে কিন্তু তাঁদের সে আশা মিথ্যায় পরিণত হয়।