Sentence alignment for gv-ara-20120131-17992.xml (html) - gv-ben-20120125-22204.xml (html)

#araben
1إيران: هل تكون العقوبات القاسية سبباً في سقوط العملة الإيرانيةইরানঃ অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে সৃষ্টি আঘাত এবং ইরানের
2يواجه الإيرانيون موجة تسونامي مالية، فالعملة الوطنية (الريال) تفقد قيمتها يوماً بعد يوم، تأثراً بالعقوبات ضد النفط الايراني. إضافة إلى أن النظام المصرفي أصبح أكثر سوء من ذي قبل.ইরান এখন এক অর্থনৈতিক সুনামির মোকাবেলা করেছে, বিশেষ করে যখন দেশটির জাতীয় মুদ্রা (রিয়াল) ইরানের তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং ব্যাংক ব্যবস্থাপনা এক কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যাবার কারণে রিয়াল প্রতিদিন তার মূল্য হারাচ্ছে।
3كان تداول الريال عند 20000 تقريباً مقابل الدولار الأمريكي يوم السبت في السوق السوداء، مقارنة ب 18000 ريال في اليوم السابق.গত শনিবার কালোবাজারিতে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে রিয়ালের বাজার দর প্রায় ২০,০০০-এ গিয়ে ঠেকে, তাঁর মাত্র এক দিন আগেও ডলারের বিনিময় মূল্য ছিল ১৮,০০০ রিয়াল।
4بعض المدونين يلومون محمود أحمدي نجاد لفشله في الحفاظ على وعوده الاقتصادية، يقول فاصل تازيه:কয়েকজন ব্লগার প্রদান করা অর্থনৈতিক প্রতিশ্রুতি বজায় রাখতে ব্যর্থ হবার কারণে মাহমুদ আহমাদিনেজাদের প্রতি অভিযোগ করছে। ফসল তাজেহ বলছে [ফারসী ভাষায়]:
5الدولار الواحد يتم تداوله حالياً بحوالي2200 تومان (22000 ريال) ومحمود أحمدي نجاد قام برحلة إلى مشهد للتحدث عن التعزيه.বর্তমানে এক ডলারে, ২,২০০ তোমান মিলছে ( ২২,০০০রিয়াল) এবং মাহমুদ আহমাদিনেজাদ এখন তাজিয়াহ [ মহররমের জন্য প্রস্তুতকৃত বিশেষ প্রতীকি কবর, শিল্পকর্ম) নিয়ে কথা বলার জন্য মাশহাদ-এ ভ্রমণ করছে।
6رسم كارتون بريشة الفنان الإيراني: نیک‌آهنگ کوثر، الصورة من موقع Roozonlineকার্টুন নিকহঙ্গ কোউসার-এর, ছবি রোজোনলাইন থেকে নেওয়া হারফাই আজ তাহে ডেল বলছে।
7ইরানের শাসক গোষ্ঠী [ভালইয়াত ফাকিহ] অপ্রয়োজনীয় পারমাণবিক কর্মসূচির নামে ইরান এবং তার জনগণকে জিম্মি করে রেখেছে… দেশের অর্থনীতি ভেঙ্গে পড়ছে… অন্ধকার দিন আমাদের এগিয়ে আসছে…প্রার্থনার চলছে, আমাদের কোন বদলে যাবে না… এই শাসক গোষ্ঠী এবং তার পারমাণবিক শক্তি ইরানীদের কেবল দারিদ্র এবং দুর্দশা প্রদান করে যাচ্ছে।
8يقول Harfayi az Tahe Del:
9النظام الإيراني (ولاية الفقيه) اعتبر ايران وشعبها رهينة للطاقة النووية عديمة الفائدة، فالاقتصاد ينهار.ব্লগার সিঘাত পরিহাসের সাথে লিখেছে [ফারসী ভাষায়], “এটা খুব বাজে বিষয় যে “বেশীর ভাগ জনতা এখন লাখপতি হয়ে উঠছে।
10هناك أيام مظلمة تنتظرنا. لن يتغير شئ بالدعاء فقط .আর এখন ঘরে একলক্ষ তোমান নিয়ে আসার জন্য কেবল একটা সোনার মুদ্রা প্রয়োজন”।
11هذا النظام، مع الطاقة النووية، كل ما قدمه هو الفقر والبؤس للشعب الايراني.
12يكتب المدون sight ساخراً، أن شيئاً سيئاً “أصبح غالبية شعبنا مليونيرات، تحتاج لعملة واحدة ذهبية فقط ليكون معك مليون تومان“.
13كتب هامديل:হামদেল লিখেছে [ ফারসী ভাষায়]:
14يعتبر الإيرانيون الوضع السياسي والاقتصادي في الجمهورية الاسلامية غير مستقر ولذلك يحولون الريال إلى اليورو والدولار والذهب.… নাগরিকরা ধারনা করছে ইসলামিক প্রজাতন্ত্রের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা নড়বড়ে হয়ে পড়েছে এবং তার ফলে তারা রিয়ালের বদলে ডলার, ইউরো এবং সোনা কিনে নিচ্ছে।
15الجمهورية الإسلامية تتحرك في الاتجاه لا يوجد فيه أي أمل لتحسين الظروف الاقتصادية والسياسية.ইসলামিক প্রজাতন্ত্র এমন এক দিকে এগিয়ে যাচ্ছে যেখানে তার রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নতির আশা দেখা যাচ্ছে না।
16وفيما يتعلق بالوضع الاقتصادي ،يمكن لنا أن نقارن إيران إلى شركة مفلسة.দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে বিবেচনায় রাখলে, আমরা ইরানকে একটি দেউলিয়া হয়ে যাওয়া ব্যাঙ্কের সাথে তুলনা করতে পারি।
17في ما يخص السياسة الخارجية، فإن إيران في أسوأ أوضاعها خلال السنوات ال 30 الماضية ويقودها الزعيم الايراني آية الله سيد علي خامنئي.ইরানের বর্তমান পরিস্থতি বিগত ৩০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় এসে ঠেকেছে আর তার নেতৃত্ব প্রদান করছে আয়তোল্লাহ সাইয়্যেদ আলী খামেনি। দিনে দিনে নাগরিকরা চাকুরি হারাচ্ছে এবং জনতার ক্রয় ক্ষমতা ক্রমশ লোপ পাচ্ছে।
18المزيد والمزيد من العمال أصبحوا عاطلين عن العمل وأصبحت القوة الشرائية للمواطنين في الحضيض.
19Dara2011 توقع سقوط الريال في الأسبوعين السابقين.দারা২০১১, কয়েক সপ্তাহ আগে রিয়ালের পতনের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিল।
20قال المدون:ব্লগার বলছে [ফারসী ভাষায়] :
21منذ قيام الثورة الإسلامية، لم يهتم قادة إيران بالاقتصاد وكانت رغبتهم فقط في البقاء في السلطة.… বিশেষ করে যখন ইসলামিক প্রজাতন্ত্রের নেতারা দেশটির অর্থনীতি নিয়ে যখন চিন্তিত নয় এবং তারা ক্ষমতায় থেকে যেতে ইচ্ছুক।
22خلال رئاسة احمدي نجاد تدهورت الأوضاع الاقتصادية أكثر من ذلك.রাষ্ট্রপতি আহমাদিনেজাদের শাসনের সময় দেশের অর্থনীতির অবস্থা আরো খারাপের দিকে গড়িয়েছে।
23وكان الدولار حوالي 70 ريال في عام 1979 ونحن الآن في شراء 14000 ريال لأن الدولار في طريقها لتصبح 2000 ريال.১৯৭৯ সালে এক ডলার ৭০ রিয়ালে বিক্রি হত, এখন সেই এক ডলার কিনতে ১৪,০০০ রিয়াল লাগে, কারণ আগামীতে ডলারের মূল্য ২০,০০০ হতে যাচ্ছে। ইরান কি এখন মধ্যপ্রাচ্যের জিম্বাবুয়তে পরিণত হতে যাচ্ছে?
24هل أصبحت ايران زيمبابوي في الشرق الأوسط، مع عملة وطنية بدون قيمة؟