Sentence alignment for gv-ara-20090904-2554.xml (html) - gv-ben-20090824-5410.xml (html)

#araben
1ردود أفعال المدونين على الوعي بالإيدز في العالم العربيব্লগারদের প্রতিচ্ছবিতে আরব বিশ্বে এইচআইভি/এইডস সচেতনতা
2يعتبر مرض الإيدز من التابوهات في معظم العالم العربي، مع إن كثير من البرامج مثل برنامج HARPAS القائم عليه برنامج الأمم المتحدة للتنمية يحاول زيادة الوعي بهذه القضية.বেশিরভাগ আরব বিশ্বে এইচআইভি/এইডস এক নিষিদ্ধ বিষয়, যদিও ইউএনডিপির হারপাস নামক প্রোগ্রাম এই বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করে যাচ্ছে।
3وفي حين يعاني بعض المدونين في مجابهة جهل الرأي العام بمرض الإيدز، ينبهر البعض الآخر بالتقدم الحاصل في إزالة الوصم الاجتماعي عن هذا المرض.এই অঞ্চলের কিছু ব্লগার যেখানে এইচআইভি/এইডস সচেতনতা যে উপেক্ষার শিকার তা নিয়ে রিপোর্ট করছে, সেখানে অন্যরা এই রোগের ক্ষেত্রে যে লজ্জা ও অসম্মান তৈরি হয় তার বিরুদ্ধে এক বিশেষ মাত্রার উন্নয়নে অভিভূত।
4المغربমরোক্কো
5ডানকান, এক শান্তিরক্ষী বাহিনীর সদস্য যিনি মরোক্কোর এক পানি সরবরাহকারী প্রকল্পে কাজ করছেন এবং যে সমস্ত গ্রামীণ এলাকায় তিনি কাজ করছেন সেখানকার লোকদের এইচআইভি/এইডস এর ব্যাপারে ব্যক্তিগত মনোভাব নিয়ে তার নিজস্ব কিছু ধারণা লিখেছেন।
6يعمل Duncan على مشروع مائي للبنية التحتية في المغرب كمتطوع في فيلق السلام، وقد كتب انطباعاته الشخصية تجاه مرض الإيدز في المناطق الريفية التي يعمل بها.তিনি বিশ্বাস করেন মরোক্কোর সাধারণ নাগরিকদের মধ্যে এইচআইভি বিস্তারের হার খুব কম, তবে সেখানে সামগ্রিক ভাবে পুরো দেশটির ক্ষেত্রে এইচআইভি/এইডস রোগ জনস্বাস্থ্যের জন্য এক হুমকি হয়ে দাঁড়াতে পারে।
7يعتقد Duncan أن انتشار الإيدز في المغرب لا زال منخفضا، ويثبت الإيدز أنه من الممكن أن يكون خطرا صحيا عاما في المغرب بصفة عامة.এই রোগটি সারা দেশে কি ভাবে বিস্তার ঘটাতে পারে তার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় রয়েছে।
8هناك عدد من العوامل التي تجعل البلاد معرضة لتحول هذا المرض لوباء.এইসব বিষয় দেশটিকে এই রোগের ক্ষেত্রে এক ঝুঁকির মুখে ফেলে দিতে পারে।
9العامل الأول هو جهل الناس بالمرض.প্রথমতঃ এই রোগকে উপেক্ষা করা।
10بصفة عامة لا يعرف الناس ماهيته.সাধারণের কথা বলতে গেলে বলা যায়, লোকজন এই রোগ সম্বন্ধে জানে না।
11وإذا اعتبرنا معرفتهم بمرض يدعى الإيدز، فإنهم لا يعرفون أيا من تفاصيله، وحتى ما يعرفونه يكون غالبا غير صحيح.যে সমস্ত লোকজন এই রোগের কথা শুনেছে, তারাও এর সম্বন্ধে বিশেষ কিছু জানে না এবং যা জানে, তা ভুল জানে। তারা জানে না কিভাবে এই রোগ ছাড়ায়।
12فمثلا لا يعرفون طرق انتقاله. يقول الناس أن المرض ينتقل بمشاركة فرشاة الأسنان والحمامات العامة، أو عن طريق النفس.লোকজন বলে টুথব্রাশ কারো সাথে শেয়ার করলে এই রোগ ছাড়ায়, হাম্মামখানায় (গণ গোসলখানা) গেলে এবং নি:শ্বাস নেবার মাধ্যমে এই রোগ ছাড়ায়।
13لم أسمع أحدا يقول أن الجنس وسيلة انتقال هذا المرض.আমি কাউকে বলতে শুনি নি শারীরিক সম্পর্ক এই রোগ ছড়ানোর অন্যতম মাধ্যম।
14العامل الثاني هي القيود الثقافية التي تحجم مناقشة هذه الأمور بشفافية.দ্বিতীয় বিষয় হল সংস্কৃতির দেওয়াল, যা এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে নিরুৎসাহিত করে।
15ففي مجتمع شديد التدين مثل هذا المجتمع تكون الطهارة فيه عاملا مهما لاندماج الفرد داخل مجتمعه، مما يجعل مناقشة أمور مهمة صعبة جدا في حالة مناقشة استخدام الواقي الذكري.এই সমাজ প্রচণ্ড ভাবে এক ধর্মীয় সমাজ, যেখানে সৎ থাকা এই সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই কনডম ব্যবহারের মতো প্রয়োজনীয় বিষয়কে সামনাসামনি নিয়ে আসা খুবই কঠিন ব্যাপার।
16العامل الثالث (بالتناقض مع العامل الأول) هو انتشار البغاء في أنحاء البلاد.তৃতীয়ত:, (একই সময় তা পূর্বের বিষয়গুলোর সাথে বৈপরীত্য তৈরি করে বলে মনে হতে পারে) দেশটিতে পতিতাদের বিচরণ রয়েছে।
17بخاصة في محافظتي خنيفرة، المعروف عنها انتشار البغاء.এটি বিশেষ করে আমি যে প্রদেশে কাজ করি সেই খেনিফ্রা প্রদেশ তার পতিতালয়ের জন্য বিখ্যাত।
18لقد سمعت أن محافظتي بها ثلاثة من أربعة أكبر دور بغاء في البلاد.আমি শুনেছি, দেশটির যে চারটি শহরে বিখ্যাত পতিতালয় রয়েছে তার মধ্য এই শহর অন্যতম।
19أحد هذه الدور قريب جدا من مسكني وأنا أعرف أن بعض الرجال من قريتي يذهبون هناك، هو قالوا لي ذلك.একটি পতিতালয় আমার আবাসস্থলের কাছে এবং আমি জানি, যে গ্রামে আমি কাজ করি সেই গ্রামের লোকজন এই পতিতালয়ে আসে। তারা আমাকে তা বলেছে।
20ومما يزيد تعقيد المشكلة أن كثير ممن يعملون في هذه الدور من خارج البلدة، وهذا في رأيي يزيد احتمالات انتشار الإيدز بصورة خطيرة.এই সমস্যাটাকে জটিল করেছে এই বাস্তবতা যে এই পতিতালয়ে অনেক যৌন কর্মী শহরের বাইরে থেকে আসে। আমি বিশ্বাস করি এই এলাকা এইচআইভি নামক রোগ ছাড়ানোর এক সহজ স্থান হতে পারে।
21بصفة عامة، هذا موضوع يخجل الناس التكلم فيه ولا أحد يعرف أي شئ عنه.সংক্ষেপে বলা যায়, এটা এমন এক বিষয়, যা নিয়ে কথা বলতে লোকজন লজ্জা পায় এবং এই বিষয়ে কেউ কিছু জানে না।
22تستطيع قراءة المزيد عن سلوك المجتمع المغربي تجاه الإيدز في هذا المقال.এইচআইভি/এইডস সম্বন্ধে মরোক্কোবাসীদের আরো মনোভাব জানার জন্য এই পোস্ট পড়ুন।
23السودانসুদান
24حضرت المدونة البحرينية سعاد ورشة لرفع مستوى الوعي حول الإيدز، كانت الورشة في القاهرة.গতবছর বাহরাইনের এক ব্লগার সুয়াদ, এইডস সচেতনতা বিষয়ক এক কর্মশালা যা কায়রো শহরে অনুষ্ঠিত হয়, তাতে অংশ গ্রহণ করেন।
25تنشر لاحقا قصة عائشة، إمرأة سودانية أصيبت بالفيروس عن طريق عملية نقل للدم.ব্লগার ভদ্রমহিলা পরে “আয়েশার” গল্প লেখেন। আয়েশা এক সুদানী মহিলা।
26تصف عائشة كيف أصبحت مريضة، وكيف اكتشفت أخيرا ما حدث:রক্ত গ্রহণের মাধ্যমে তার শরীরে এইডসের জীবাণু প্রবেশ করে।
27بعد عدة شهور نقص وزني كثيرا ورافق ذلك أعراض أخرى مثل الاسهال المتواصل والتعب والحمى وعدم القدرة على النوم.আয়েশা বর্ণনা করেছে তার অসুস্থ হবার প্রক্রিয়াটি এবং কি ভাবে সে আবিষ্কার করেছে আসলে কি ঘটেছে:
28কয়েক মাস পর আমি প্রচুর ওজন হারাতে থাকি এবং একই সময় এর সঙ্গী হিসেবে আরো কিছু রোগের লক্ষণ দেখা দেয়, যেমন ধারাবাহিক ভাবে ডায়রিয়া, ক্লান্তি, জ্বর, এবং ঘুমা না আসা।
29مرة أخرى تم تحويلي لمختبر لتحليل دمي وهذه المرة جاءت النتيجة في ظرف مختوم بالشمع الأحمر.আমার রক্ত পরীক্ষা করার জন্য একবার আমাকে এক ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়েছিল।
30أخبر الطبيب زوجي بحقيقة مرضي ولكن زوجي لم يصارحني بالأمر وكل ما قاله لي أنه مرض كمرض الضغط والسكري وبأنه لن يكون بإستطاعتنا ان نمارس علاقتنا الزوجية.এই বার এই রক্ত পরীক্ষার ফলাফল এক মুখবন্ধ খামে লাল মোম দিয়ে আটকানো ছিল। ডাক্তার আমার স্বামীকে আমার অসুস্থতার সত্য কারণটি জানাল।
31بعدها أخذني زوجي لطبيب آخر فتح الظرف امامي وقال لي بأني مصابة بالإيدز، صعقت ولم أملك حينها سوى ان أبكي من هول الصدمة، انا مصابة بالإيدز؟؟কিন্তু আমার স্বামী এই বিষয়ে আমার সাথে কোন খোলামেলা অবস্থান নেয় নি। সে আমাকে বলল, এটা রক্ত চাপ বা ডায়াবেটিসের মতো এক রোগ এবং আমরা আর বৈবাহিক সম্পর্ক উপভোগ করতে পারবো না।
32منذ متى وكيف؟ فرد الطبيب: اسألى نفسك، تذكري ماذا ارتكبتي بحق نفسك لتنقلى اليك هذا المرض القاتل.এরপর আমার স্বামী আমাকে অন্য এক অন্য এক ডাক্তারের কাছে নিয়ে গেল।
33هكذا ببساطة وصمني الطبيب بالمومس دون ان يعرف اي شئ عني.যে আমার সামনে সেই খামটি খুলল এবং আমাকে বলল, আমি এইডসে আক্রান্ত। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম।
34قلت له أنا امرأة متزوجة وليست لدي أى علاقات غير شرعية خارج اطار الزواج وهنا دخلت أمي وزوجي إلى غرفة الطبيب الذي صب جام غضبه على زوجي متهما اياه بنقل المرض لي.এই বিস্ময়কর আঘাতের ধাক্কা কাটিয়ে উঠার সময় আমার কাঁদবার মতো অবস্থা ছিল না। ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো… নিজেকে জিজ্ঞেস করে দেখুন, এমন কিছু করেছিলেন কিনা, যার ফলে এই প্রাণঘাতী জীবাণু আপনার শরীরে প্রবেশ করল?
35شعرت بالغضب الشديد من زوجي فبدأت أهاجمه وأوبخه وانا ابكي، حاول ان يدافع عن نفسه ولكني لم أكن أرغب في سماعه وكانت أمي تحضنني في هذه الاثناء.এইভাবে ডাক্তার আমাকে নিছক এক পতিতা হিসেব চিহ্নিত করল, আমার সম্বন্ধে কোন কিছু না জেনেই। আমি তাকে বললাম যে আমি এক বিবাহিত মহিলা এবং বৈবাহিক সম্পর্কের বাইরে আমার কোন ধরনের অবৈধ সম্পর্ক নেই।
36منذ ذلك اليوم ساءت علاقتي وعلاقة أهلي بزوجي الذي وجُهت اليه اصابع الاتهام حتى ظهرت نتائج الفحص التي بينت ان زوجي وأولادي خاليين من المرض.এই অবস্থায় আমার মা এবং স্বামী ডাক্তারের কক্ষে প্রবেশ করলো এবং ডাক্তার সকল রাগ আমার স্বামীর উপর ঝাড়লো এবং তাকে অভিযুক্ত করলো এই রোগ আমার দেহে ছড়ানোর জন্য।
37আমি আমার স্বামীর উপর রেগে গিয়েছিলাম এবং কাঁদতে কাঁদতে তাকে আক্রমণ ও তিরস্কার করতে শুরু করলাম।
38أعتذرت من زوجي وأدركت حينها ان المرض قد أنتقل لي عن طريق الدم الذي نقل لي في المستشفى.সে নিজেকে নিরপরাধ প্রমাণের চেষ্টা করছিল, কিন্তু আমি তার কথা শুনছিলাম না। এই সময় আমার মা আমাকে জড়িয়ে ধরলো।
39সেদিন থেকে আমার স্বামীর সঙ্গে আমার ও পরিবারের অন্যদের সম্পর্ক তিক্ত হয়ে গিয়েছিল; যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত পরীক্ষার ফলাফল আসে নি ততক্ষণ পর্যন্ত আমি তার দিকে অভিযোগের অঙ্গুলি নির্দেশ করে থাকতাম, পরীক্ষার ফলাফলে জানা গেল আমার স্বামী এবং সন্তানেরা এই রোগ থেকে মুক্ত।
40আমি আমার স্বামীর কাছে ক্ষমা চাইলাম, তখন উপলব্ধি করলাম, এই রোগ আমার দেহে এসেছে যে হাসপাতালে আমাকে রক্ত দেওয়া হয় সেখান থেকে।
41اليمنইয়েমেন:
42ذُكِر الإيدز في سياسة التنمية الوطنية في اليمن، ولكن في السنة الماضية كتب عمر برسواد أن هناك الكثير يجب فعله:ইয়েমেন তার জাতীয় উন্নয়ন কার্যক্রমে এইচআইভি/এইডসকে তালিকায় রেখেছে। কিন্তু গত বছরের একটি পোস্টে ওমার ব্রাসওয়াদা লিখেন, এর জন্য আরো অনেক কিছু করা দরকার।
43حتى لو كان اليمن متقدما على كثير من جيرانه العرب في مجابهة الإيدز، فهناك طريق طويل في يجب السير فيه عن طريق توفير المؤسسات الصحية والأدوية اللازمة للمرضى بسهولة ويسر.এমনকি যদিও ইয়েমেন, তার আরব প্রতিবেশী রাষ্ট্রের চেয়ে এইচআইভি/এইডস মোকাবেলা অনেক এগিয়ে রয়েছে, কিন্তু সুবিধাদি ও চিকিৎসা সহজ করা ও যারা এ রোগে আক্রান্ত তাদের হাতে যাতে সহজেই ওষুধ পৌঁছে যায় তার ব্যবস্থা করার ক্ষেত্রে তাকে এখনো অনেক কিছু করতে হবে।
44مختبرات الكشف عن الإيدز متاحة الآن فقط في المراكز والمعامل الصحية الرئيسية الموجودة في صنعاء العاصمة. [এইচআইভি/এইডস পরীক্ষার যন্ত্রপাতি দেশের সকল প্রধান মেডিকেল সেন্টার ও ল্যাবরটেরিতে পাওয়া যায়।
45কিন্তু যখন আপনি এইচআইভি পজিটিভ হিসেবে চিহ্নিত হন, তখনই সমস্যা শুরু হয়; রোগা ক্রান্ত ব্যক্তিটির জন্য তখন সব কিছু কঠিন হয়ে দাঁড়ায়।
46…] وبالتالي يجب على من يريد إجراء التحاليل أو من يريد العلاج السفر إلى صنعاء، ويكون السفر دوريا بالنسبة للمرضى (كل ثلاثة شهور في الغالب) للكشف والتشخيص الصحيح وأيضا للعلاج. هذه الادوية غير متاحة في المراكز الطبية أو الصيدليات خارج العاصمة.সেই মুহূর্তে এইচআইভি/এইডস আক্রান্ত ব্যক্তিকে ইয়েমেনের রাজধানী সানায় যেতে হয়, তাদের সিডি৪ সেল কাউন্ট এবং ভাইরাল লোড পরীক্ষা করার জন্য, এইসব পরীক্ষার মাধ্যমে একজন রোগী কেবল যথাযথ ভাবে এই রোগের চিকিৎসা ও ওষুধ গ্রহণ করতে পারে ও তাকে ঠিকমতো ওষুধপত্র দেওয়া সম্ভব হয়।
47[…] এইচআইভি/এইডস ওষুধের জন্য রোগীকে ভ্রমণ করতে হয়, তাকে নিয়মিত (প্রতি তিনমাস বা প্রায় এই রকম সময়) সানায় যেতে হয় ওষুধ আনার জন্য, কারণ এই সমস্ত ওষুধ ইয়েমেনের অন্য সব ওষুধের দোকান বা স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায় না।
48ومن السهل تخيل كم من الصعب السفر للمتأخرين عقليا، فتكلفة السفر لصنعاء دوريا عالية جدا، بجانب التكاليف العالية أيضا للطعام والشراب. مصاريف السكن أيضا أصبحت فاحشة.কেউ একজন কল্পনা করতে পারে, কি এক কঠিন অবস্থা ও মানসিক অবসাদ এটা তৈরি করে, যারা ইতোমধ্যে এক মানসিক চাপের মধ্যে রয়েছে তাদের জন্য এ আরো কঠিন অবস্থা।
49[…] مع ذلك، فبمقارنة خمس سنوات مضت، فالكثير من الناس يعرفون ما هو الإيدز، وبعضهم ببساطة لا يعرف المرض.সানার যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন হয় এবং সেখানে খাবার ও থাকার জন্য এমনকি তার চেয়ে বেশি টাকা লাগে।
50وما زال بعض الناس يعتبر أن من المشين الإصابة بهذا المرض.[…] তবে দুই বছর আগের সাথে তুলনা করলে বলা যায় অনেক লোক এখন এইচআইভি/এইডস সম্বন্ধে সচেতন।
51তারপরেও বেশিরভাগ লোকের এই রোগ সম্বন্ধে কোন ধারণা নেই; এবং অনেক লোক এখনো একে অসম্মানজনক ও লজ্জাজনক রোগ হিসেবে বিবেচনা করে, একই সাথে তাকেও একই রকম বিবেচনা করে যে এইচআইভি/এইডস রোগে আক্রান্ত হয়েছে।
52مصرমিশর
53ولكن يظهر أن هناك خطوات تم اتخاذها لإزالة الوصم عن المرض في بعض الدول في المنطقة.তবে, মনে হচ্ছে এই অঞ্চলের কিছু দেশে এই রোগকে আলাদা করে দেখার বিরুদ্ধে এক ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
54يكتب The Egypt Guy عن أول تحليل إيدز له في معمل تحاليل حكومي:দি ইজিপ্ট গাই সম্প্রতি এক সরকারি পরীক্ষাগারে তার প্রথম এইচআইভি রোগ সনাক্তকরণ পরীক্ষা করেছেন:
55أبهرتني طريقة تعامل الأطباء معي قبل الأختبار، حيث كانوا مرحبين بي، ولم يسألوا عن الاسم، فقط اسم مستعار وتاريخ ميلاد ليكونا هويتي في المكان.আমাকে ডাক্তার যে ভাবে গ্রহণ করেছে তা আমাকে বিস্মিত করেছে। মুল পরীক্ষার জন্য ভালোভাবে আমাকে স্বাগত জানানো হয়।
56بعد ذلك أرسلوني لإخصائي مهمته إعطائي بعد المعلومات البسيطة عن مرض وفيروس الإيدز.আমি আবিষ্কার করলাম তারা আমার নাম জিজ্ঞেস করল না, তার বদলে একটা ছদ্মনাম দেয় এবং জন্মতারিখ বসায় যাতে তারা আমাকে চিহ্নিত করতে পারে।
57لم يظهر أي إشارة إزدراء إزاء إجرائي لإختبار كشف الإيدز، مما أثار إندهاشي حقيقة.এরপর আমাকে এক উপদেষ্টার কাছে পাঠায়, যার কাজ এইডস ও এইচআইভি সম্বন্ধে সাধারণ কিছু তথ্য জানানো।
58আমি যে কিছুক্ষণ পর, আমার দেহে এইচআইভি রোগ আছে কিনা তা পরীক্ষা করতে যাচ্ছি, তা জানার পরও এই ব্যাক্তি কোন ধরনের অশ্রদ্ধার ভাব প্রকাশ করেনি, যা ছিল বিস্ময়কর।
59فقد سمعت أن حتى فترة قريبة جدا كان نقاش مرض الإيدز من المحرمات حتى بين الأطباء.আমি সম্প্রতি শুনেছিলাম এইডসকে ট্যাবু বা নিষিদ্ধ বিষয় হিসেবে দেখা হয়, এমনকি ডাক্তারদের ক্ষেত্রেও।
60এই কাউন্সেলিং বা ধারণা দেওয়ার পর তারা আমাকে বেশ কিছু কনডম ও লূব্রিকেন্ট (এক ধরনের জেলি জাতীয় পদার্থ যা যৌন মিলনে ব্যবহার করা হয়) দিল এবং তিনটি বই, যেগুলোতে এইডস সম্বন্ধে কিছু তথ্য রয়েছে এবং এরপর আমি পরীক্ষা করতে গেলাম।
61وبعد تلك الجلسة الإستشارية أعطوني بعد العوازل الذكرية والمزلقات، وثلاث كتيبات بهم بعض المعلومات عن الإيدز، وبعدها ذهبت للإختبار.এই পরীক্ষার ফলাফল আমি পরবর্তী রোববারে পাব। আমি আশা করি পরীক্ষার ফলাফল নেগেটিভ হবে, যার মানে বোঝাবে আমার এইডস রোগ হয়নি।
62تظهر النتيجة يوم الأحد القادم، آمل أن تكون النتيجة سلبية، إدعوا لي بالتوفيق :-)আমার জন্য সৌভাগ্য কামনা করুন!!:-) ও, হ্যাঁ এই সমস্ত কাজের জন্য আমাকে একটি পয়সাও দিতে হয়নি।
63يجب أن أذكر أنني لم أدفع مليما لقاء كل هذا.এটা ছিল এক চমৎকার অভিজ্ঞতা, যা আমি সরকারি ল্যাব থেকে আশা করিনি।
64لم أتوقع هذه التجربة اللطيفة في معمل حكومي، وهذا يجعلني سعيدا أن في بلدي تنحو نحوا أكثر ليبرالبة تجاه الأمراض التي تنتشر عن طريق الإتصال الجنسي وهذا بالتالي يقضي على الوصم الملحق دائما بهذه الأمراض، خاصة نقص المناعة المكتسبة والإيدز.আমি সুখী যে, আমাদের দেশ যৌন পরিবাহী রোগের ক্ষেত্রে আরো অনেক উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে এবং এর ফলে পুরো বিষয়টি বিস্তার লাভ করবে এই সকল লজ্জার বিরদ্ধে, যা এই সমস্ত রোগের সাথে সংযুক্ত, বিশেষ করে এইচআইভি/এইডস নামক রোগের বিরুদ্ধে।
65تستطيع معرفة المبادرة التي أطلقها المدونون المصريون لرفع الوصم عن مرضى الإيدز هناএইচআইভি/এইডস রোগের বিরুদ্ধে মানসিক সংস্কার ভাঙ্গার যে উদ্যোগ মিশরীয় ব্লগাররা নিয়েছে আপনি সে সম্বন্ধে পড়তে পারবেন এখানে।