Sentence alignment for gv-ara-20130328-29270.xml (html) - gv-ben-20130325-35643.xml (html)

#araben
1وزير سعوديّ يهدّد مستخدمًا على تويترএকজন অনলাইন টুইটার ব্যবহারকারীকে সৌদি মন্ত্রীর হুমকী
2وزير الثقافة والإعلام السعوديّ “عبد العزيز خوجة” بدا وكأنّه هدد مستخدمًا على تويتر بالمقاضاة لتهجّمه عليه من على الشبكة الاجتماعيّة.মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মে অপদস্থ করার জন্য একজন টুইটার ব্যবহারকারী বিরুদ্ধে সৌদি আরবের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আব্দেলআজিজ খোজা মামলা করার হুমকি প্রদান করেছেন।
3غرّد مستخدم اسمه @Esaeed1 للوزير كاتبًا:@ ইসাইদ নামের একজন টুইটার ব্যবহারকারী মন্ত্রীর উদ্দেশে টুইট করেন [আরবি]:
4@Esaeed1: يا وزير الإعلام كلنا نعرف إنك صورة أو بالأصح ريموت كونترول في يد أصحاب المال والسلطة.@ইসাইদ১: তথ্যমন্ত্রী, আমরা সবাই জানি আপনি একটা প্রতিচ্ছবি, আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে যাদের টাকা এবং ক্ষমতা আছে আপনি তাঁদের হাতের রিমোট কন্ট্রোল।
5رجاءً، لا نريد منك فرد للعضلات مستقبلاً.দয়া করে ভবিষ্যতে আমাদের প্রতি পেশি শক্তি প্রদর্শন বন্ধ করুন।
6وردّ حساب تويتر (غير مؤكّد) مسجّل باسم الوزير:মন্ত্রীর নামে (যাচাইকৃত নয়) একটি টুইটার একাউন্ট থেকে জবাব দেওয়া হয়ঃ
7@abdlazizkhoja: @Esaeed1 حقيقة من الممكن أن أقاضيك على كلامك إذا كنت شجاعا اكتب اسمك بصراحة.@আব্দেলআজিজখোজাঃ বাস্তবতা হল আপনার উক্তির জন্য আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারি। সাহসী হউন, নিজের প্রকৃত নাম লিখুন
8وردّ عليه فهد الدحّاس:ফাহাদ আল দাহহাস প্রতিক্রিয়ায় বলেনঃ
9@FahadAl_Dahhas: تقاضيه على رأي يا وزير..@ফাহাদআল_দাহহাসঃ আপনি তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা করবেন।
10أنا كنت عارف إن الوزراء عندنا شخبط شخابيط والحين تأكدت..আমি জানি যে আমাদের মন্ত্রীরা অপদার্থ আর এখন আমি নিশ্চিত।
11قاضي نفسك قبل أن تُقاضى أمام اللهঅন্যের বিরুদ্ধে মামলা দায়েরের আগে নিজের বিরুদ্ধে মামলা করুন
12وردّ الوزير على ذلك كاتبًا:জবাবে মন্ত্রী বলেনঃ
13@abdlazizkhoja: سيدي أسلوبه وتهجمه واتهامه لي بما لا يليق هو الذي دفعني لذلك ‘ذا كان هذا الأسلوب يرضيك للحوار أنا أقبل حكمك.@আব্দেলআজিজখোজাঃ তাঁর আচরণ, যেভাবে তিনি আমাকে আক্রমণ করেছেন এবং অভিযুক্ত করেছেন তা গ্রহণযোগ্য নয়। আর সে কারনেই আমার এ সিদ্ধান্ত।
14এ আলাপচারিতা আপনার ভাল লেগে থাকলে আমি আপনার সিদ্ধান্ত মেনে নেব।
15يجدر ذكر أنّ هذه النقاشات حدثت بين المواطنين على الإنترنت والمسئولين في بلد صنّفتها منظّمة “مراسلون بلا حدود” ضمن قائمة أعداء الإنترنت. [بالإنجليزية]মজার বিষয় হল একটি রাষ্ট্রের নেটিজেন ও কর্মকর্তাদের এ আলাপচারিতাকে রিপোর্টাস উইদাউট বর্ডার ইন্টারনেটের শত্রু বলে আখ্যায়িত করেছে।