Sentence alignment for gv-ara-20120228-19026.xml (html) - gv-ben-20120226-23063.xml (html)

#araben
1بورتو ريكو: 365 صورةপুয়ের্টো রিকো: ৩৬৫ টি ছবি
2قام المصور خوسيه رودريجو ماديرا [بالأسبانية] بالتقاط صورة واحدة كل يوم لمدة عامين، كجزء من مشروعه “365”.ফটোগ্রাফার জোসে রড্রিগো মাদেরা [স্প্যানিশ ভাষায়] গত দুই বছরে তার “৩৬৫” দিন নামক প্রকল্পের অধীনে প্রতিদিন একটি করে ছবি তুলেছে।
3كانت صوره متاحه فقط لأصدقائه على فيسبوك، إلى أن نشرت مجلة ريفيستا كوريسيه 20 صور حتى يستمتع بعهم الجميع.রিভিস্তা ক্রুসে [স্প্যানিশ ভাষায়] তার ২০ টি ছবি সবার উপভোগের জন্য প্রকাশ করার আগে পর্যন্ত , তার এইসব ছবি কেবল মাত্র তার বন্ধুদের ফেসবুকের পাতায় দেখা যেত। জোসে রড্রিগো মাদেরা নিজের সম্বন্ধে বর্ণনা করছেন এভাবে:
4…مصور محترف لم يدرس الفن أبداً.… এক পেশাদার ফটোগ্রাফার যে নিজে শিল্প বিষয়ে পড়ালেখা করেনি।
5درس الاتصالات في جامعة انترأمريكانا، ويرغب بتدريس التصوير.ইন্টারআমেরিকানায় গণ যোগাযোগ-এর উপর পড়ালেখা করেছে এবং ছবি তোলার বিষয়টি শিখতে চেয়েছে।
6يؤمن بالزواج ويعتبر نفسه يساري. يهدي كل أعماله إلى رجل حياته، إميل أليخاندرو، وامرأة هي حب حياته، بينيلوبي.বিবাহে বিশ্বাসী এবং নিজেকে একজন বামপন্থী হিসেবে বিবেচনা করে, তার জীবনের সাথে সম্পৃক্ত পুরুষ এমিল আলেজান্দ্রো এবং তার জীবনের ভালবাসার নারী পেনিলোপ-কে সে তার সকল কাজ উৎসর্গ করেছে।
7إليكم مختارات من بعض صوره الرائعه. *এখানে তার কিছু নির্বাচিত অসাধারণ ছবির কয়েকটি তুলে ধরা হল। *
8رامي: 1.পিচার: ১.
9فرد لسبب أو لآخر، لا يتبع أي إلتزام أو تعهد مقترح من قبل شخصه.এমন এক ব্যক্তি যে, একটি বা অন্য কোন কারণে কোন বাঁধা মানে না, অথবা নিজের প্রতি তার যে প্রতিশ্রুতি তা সে পালন করে।
102. شخص لا يستجيب لنداء.২. যে ব্যাক্তি পাল্টা আহ্বান প্রদান করে না।
11طفل في مايوه أحمر.দেখ। লাল প্যান্ট পড়া শিশুটি।
12الفطور.সকালের নাস্তা।
13أجوستيني تستعد للتصوير.আগস্তিনো একটি ছবি তোলার জন্য নিজেকে প্রস্তুত করছে।
14طيف سحب.ভুতুড়ে মেঘ।
15ضحكات كثيرة.যন্ত্রণার হাসি।
16حلزون.প্যাঁচানো ।
17عين.চোখ।
18امرأة "الأزرق."‘আজুল'-এর মা-টি।
19• ফটোগ্রাফার এবং রেভিস্তা ক্রুসের অনুমিত ক্রমে এইসব ছবি পুনরায় প্রকাশ করা হল।
20*تم نشر جميع الصور بتصريح من المصور ومن مجلة ريفيستا كوريسيه. وتمت ترجمة التعليقات المصاحبة للصور الأصلية.মূল যে ভাষায় প্রকাশ হয়েছে সেখান থেকে ছবির শিরোনাম গুলো গ্রহণ করা হয়েছে (তবে ব্যাতিক্রম কয়েকটির শিরোনাম ইংরেজীতে লেখা হয়েছে)।