Sentence alignment for gv-ara-20111214-16368.xml (html) - gv-ben-20111213-21690.xml (html)

#araben
1العالم العربي لجينجريتش: “إذا كان الفلسطينيّون شعباً مخترع، فالأمريكيّون ..؟”গিংগ্রিচের প্রতি আরব বিশ্ব: যদি প্যালেস্টাইনীরা বিশেষ ভাবে আবিস্কৃত কোন জাতি হয়, তাহলে আমেরিকানরা হল……
2الفلسطينيون شعب “مُخترع” يسعون لتدمير إسرائيل، تصريحات أدلى بها المرشح الجمهوريّ في انتخابات الرئاسة الامريكيّة نيوت جينجريتش في مقابلة مع قناة تلفزيونيّة يهوديّة، تصريحات قوبلت بغضب وسخرية من قبل مستخدمي الإنترنت في العالم العربي:প্যালেস্টাইনীরা হচ্ছে এক “ইনভেনটেড” (উদ্ভাবিত) বা বিশেষ ভাবে তৈরি করা এমন এক জাতী, যারা ইজরায়েল নামক রাষ্ট্রের ধ্বংস চায়। এই কথাগুলো উচ্চারণ করেছেন নিউট গিংগ্রিচ, যিনি এবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে রিপাবলিকান দলের পদপ্রার্থী।
3على تويتر، يعلّق السعوديّ محسن المحسن:একটি ইহুদি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এই সব মন্তব্য করেন।
4نيوت جينجريتش: الفلسطينيّون هم شعب “مُخترع” [والأمريكيّون البيض مستعمرين أصليّون للولايات المتحدّة بكل تأكيد]তার এই মন্তব্য সারা আরব বিশ্বের নেট নাগরিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে এবং তারা এই মন্তব্যকে এক বিচিত্র মন্তব্য হিসেবে বিবেচনা করছে।
5টুইটারে, সৌদি নাগরিক মোহসেন আল মোহসেন তাঁর প্রতিক্রিয়া প্রদর্শন করেছেন:
6@মলমোহসেন: নিউট গিংগ্রিচ, প্যালেস্টাইনীরা হচ্ছে “উদ্ভাবিত” এক জাতি [আর সাদা আমেরিকানরা হচ্ছে যুক্তরাষ্ট্রে আদি বসতি স্থাপনকারী জাতিগোষ্ঠী]
7المصريّة زنوبيا، تشاطر في مدوّنتها “الوقائع المصرية” وجهة نظر مماثلة ، تكتب زنوبيا [بالإنجليزية]:মিশরীয় নাগরিক জেইনোবিয়া তাঁর ব্লগ ইজিপশিয়ান ক্রনিকল-এ একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন, ভদ্রমহিলা লিখেছেন:
8حسب معايير جينجريتش وتعريف “الشعب المُخترع” الأمريكيّون هم أيضاً كذلك، فهم في نهاية المطاف مجموعة من المهاجرين الذي قدموا من جميع أانحاء العالم للعيش في هذه الأرض منذ 200 سنة مضت، تلك الأرض التي كان يعيش عليها ويمتلكها الهنود الأصليّون!!গিংগ্রিচের পরিমাপক এবং সংজ্ঞা অনুসারে বলতে গেলে বলতে হবে, আমেরিকার নাগরিকরা “উদ্ভাবিত” এক জাতি, আদতে যারা সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা একদল অভিবাসীর সন্তান। এরা ২০০ বছর আগে এখানে আসতে শুরু করে এবং সে সময় এই এলাকার অধিকারী এবং এখানে বাস করতে থাকা আদিবাসী ইন্ডিয়ানদের ভূমিতে বসবাস করতে শুরু করে!!
9يتساءل إيفان هيل، منتج أونلاين لقناة الجزيرة الإنجليزيّة ويقيم في العاصمة القطريّة الدوحة:এভান হিল, আল জাজিরা ইংলিশ নামক টিভি চ্যানেলের অনলাইন পরিচালক, যে কাতারের দোহায় বাস করে, সে উল্লেখ করেছে:
10اتساءل إذا كان جينجريتش يرغب في المجادلة بأن العراقيّين والأردنيّين والسوريّين واللبنانيّين هم أيضاً مجرّد شعب “مُخترع” .@এভানচিল: আমি বিস্মিত, এখন গিংগ্রিচ হয়ত যুক্তি প্রদান করে যে ইরাকী, জর্দান, সিরিয়া এবং লেবাননের বাসিন্দারাও একই ভাবে “উদ্ভাবিত” নাগরিক।
11أنطوني بيرمال، المقيم في دبي، يرد: عزيزي جينجريتش، أنت تقول أن الفلسطينيّون هم شعب “مُخترع”.এবং এন্থনি পারমাল, যে কিনা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাস করে, তিনি এই মন্তব্যের সাড়া দিয়েছেন:
12@এন্থনিপারমাল : প্রিয় গিংগ্রিচ, আপনি বলছেন যে প্যালস্টাইনীরা হচ্ছে একটা অস্তিত্বহীন জাতি।
13حسنٌ، إسرائيل لم تكن موجودة قبل 1948 قط.বেশ, তাহলে জেনে রাখুন, ১৯৪৮ সালের আগে ইজরায়েল-এর কোন অস্তিত্ব ছিল না।
14في غضون ذلك، مارك لينش الذي يزور الكويت، شارك سؤال وجّه له من قبل الصحافة الكويتيّة، سؤال من المرجح أن يكون قد سُأل في أروقة السلطة في العالم العربي:#জাস্টসেইং এদিকে মার্চ লিঞ্চ, যে কিনা কুয়েত ভ্রমণ করছে, সে কুয়েতের সংবাদপত্রের একটি প্রশ্ন তুলে ধরছে, যা আসলে সারা আরব বিশ্বের ক্ষমতার গলিতে এক অনিবার্য প্রশ্ন:
15السؤال الأول من الصحافة الكويتيّة: كيف يمكن أن نثق بالولايات المتحدة عندما ينكر جينجريتش الهويّة الفلسطينيّة؟ سيلين الفلسطينيّة، تكتب مازحة:@আবুয়ার্দভার্ক:কুয়েতের সংবাদপত্র সমূহের প্রথম প্রশ্ন, কেন আমরা যুক্তরাষ্টকে বিশ্বাস করব, যেখান গিংগ্রিচ, প্যালেস্টাইনীদের অস্তিত্বকে অস্বীকার করেছে।
16هل نيوت جينجريتش موجود حقّاً؟প্যালেস্টাইনের সেলিন, রসিকতা করেছে:
17أقصد وفقاً له، الفلسطينيّون شعب مُخترع.@সেলিনটেলেক্ট: নিউট গিংগ্রিচের কি আদৌও কোন অস্তিত্ব আছে?
18আমি বোঝাতে চাইছি, তার হিসেব মতে প্যালেস্টাইনের অস্তিত্ব এক উদ্ভাবিত বিষয়, তার নাম শুনে মনে হচ্ছে, তাকে হ্যারি পটারের বই থেকে আবিস্কার করা হয়েছে…..
19اسمه يبدو وكأنه اختراع من قبل هاري بوتر. ناصر علي خصاونة، المقيم في مدينة دبي، توقّع مسبقاً:নাসের আলী খাসাওয়ানেহ, যে কিনা সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাস করে, সে আগেই এক ভবিষ্যদ্বাণী করে ফেলেছে:
20إذا تفوّق نيوت جينجريتش على منافسيه في الحزب الجمهوري، فإن أوباما حتماً سيفوز في الانتخابات بشكل ساحق دون الحاجة لأي حملة انتخابيّة!@নাসেরকে:যদি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল, নিউট গিংগ্রিচকে তাদের সেরা প্রার্থী হিসেবে উপস্থাপন করে, তাহলে কোন ধরনের প্রচারণা ছাড়াই নির্বাচনে ওবামার বিপুল বিজয় ঘটবে! !
21الانتخابات الرئاسيّة الأمريكيّة في دورتها السابعة والخمسون سوف تنطلق في السادس من تشرين الثاني/ نوفمبر 2012.প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের, ৫৭তম নির্বাচনটি আগামী ৬ নভেম্বর ২০১২ সালে অনুষ্ঠিত হবে।