Sentence alignment for gv-ara-20080116-468.xml (html) - gv-ben-20080115-572.xml (html)

#araben
1FreeAccess Plus!: التفاف على الحجبফ্রি এক্সেস প্লাস: ওয়েব ২.
2استناداً إلى إضافة فايرفوكس المسماة “الوصول إلى فليكر” التي برمجها حامد صابر, والتي تسمح لمستخدميها بالالتفاف حول الحجب الموجود على فليكر [موقع مشاركة الصور الشهير] في إيران وبعض البلدان الأخرى, مبرمج ايراني آخر هو MohammedR, قام باصدار أداة “FreeAccess Plus!“, وهي إضافة ظريفة إلى فايرفوكس تقوم بتحويله إلى بروكسي يسمح بتصفح مواقع ويب 2 المحجوبة مثل, يوتيوب, del.icio.us, فليكر, Technorati.com, FriendSter.com, livejournal.com, MySpace, Hi5, وغيرهم.
3العديد من هذه المواقع محجوبة في إيران.০ সেন্সরশীপ পাশ কাটানোর উপায়!
4MohammedR راضي جداً على الردود التي تلقتها أداته “FreeAccess Plus!” حتى الآن ضمن فضاء التدوين الايراني.ইরানী ডেভেলপার মোহাম্মদআর ফ্রি এক্সেস প্লাস নামে একটি ফায়ারফক্স এক্সটেনশন ছেড়েছেন যা ফায়ারফক্স ব্রাউজারকে একটি প্রক্সিতে রূপান্তরিত করে এবং সেন্সরকৃত ওয়েব ২.
5على موقع بالاتارين (الذي يعني “الأعلى” بالفارسي) وهو نسخة إيرانية من موقع Digg , 23 شخص صوت على مقالة تمتدح الأداة على أنها “صانعة معجزات”.০ অ্যাপ্লিকেশন যেমন ইউটিউব, ডেলিশাস, ফ্লিকার, টেকনোরাতি, ফ্রেন্ডস্টার, লাইভ জার্নাল, মাই স্পেস, হাই৫ এবং অন্যান্যদেরকে ব্যান এড়িয়ে ব্যবহার করার সুযোগ দেয়।
6“بعض المدونين الإيرانين المهمين كتبوا عن هذه الأداة قبل أن تصبح متوفرة على موقع Mozilla Addons,” قال MohammedR لـ GlobalVoices Advocacy .এটি আরেক ইরানী হামেদ সাবেরের এক্সেস ফ্লিকার ফায়ারফক্স এক্সটেনশন এর উপর ভিত্তি করে নির্মিত।
7“خلال الأسبوع الأول فقط, تم تنزيل الأداة 150 مرة. الآن, بعد حوالي شهر واحد من إطلاقها, تم تنزيلها أكثر من 3500 مرة.”‘এক্সেস ফ্লিকার'টি উদ্ভাবন করা হয়েছিল ইরান এবং আরও বেশ কিছূ দেশে বলবৎ জনপ্রিয় ছবি সংক্রান্ত ওয়েবসাইট ফ্লিকারের উপর ব্যানকে পাশ কাটানোর জন্য।
8يضيف. MohammedR قال أن الأداة سهلة التنصيب للغاية.মোহাম্মদআর ইরানী ব্লগোস্ফিয়ারে ফ্রি এক্সেস প্লাস এর সাড়া দেখে সন্তুষ্ট।
9“اذهب إلى هذا العنوان (https://addons.mozilla.org/en-US/firefox/addon/6139) وفي أسفل الصفحة اضغط على “Install Now”.ডিগের ইরানী সংস্করণ বালাটারিন ওয়েবসাইটে (ফার্সী ভাষায় এটির অর্থ সর্বোচ্চ ) ফ্রি এক্সেস প্লাস কে প্রশংসা করে একটি পোস্ট ইতোমধ্যে ২৩টি ভোট পেয়েছে।
10سيفتح لك هذا نافذة جديدة حيث ستسألك أن تؤكد التنصيب.ওই পোস্টে বলা হয়েছে যে এই এক্সটেনশনটি “যাদু দেখাচ্ছে“।
11মোহাম্মদআর গ্লোবাল ভয়েসেস এডভোকেসীকে জানাচ্ছেন কিছু প্রথম সারির ইরানী ব্লগার এই এক্সটেনশন সম্পর্কে আগেই লিখেছিল যখন মজিলা এডঅনস সাইটে এটি যোগ করা হয়নি।
12“প্রথম একমাসে ফ্রি এক্সেস প্লাস মাত্র দেড়শ বার ডাউনলোড করা হলেও এর প্রকাশের একমাসের মধ্যেই প্রায় সাড়ে তিন হাজারবার এটি ডাউনলোড হয়েছে” তিনি যোগ করেছেন।
13اضغط مرة أخرى على “Install Now”.মোহাম্মদআর জানিয়েছেন যে এটি ইনস্টল করা বেশ সহজ।
14ملاحظة: عليك ان تعيد تشغيل فايرفوكس مرة أخرى حتى تعمل الاداة بشكل صحيح”.শুধু এখানে যান “https://addons.mozilla.org/en-US/firefox/addon/6139“ এবং পাতার নিচের দিকে “Install Now” বাটন ক্লিক করুন।
15قم بتنصيب الأداة, وعد تشغيل فايرفوكس: وهو سيقوم بالباقي!এটি আরেকটি উইন্ডো খুলবে যেখানে আবার আপনার অনুমোদন চাইবে।
16سيصبح بإمكانك الوصول إلى يوتيوب, فليكر, MuSpace وكل المواقع الموجودة على صفحة الأداة.“Install Now” বাটন আবার ক্লিক করুন। এরপর আপনাকে ফায়ারফক্স রিস্টার্ট করতে হবে এটি কার্যকর করার জন্যে।
17الإصدار الحالي من “FreeAccess Plus!” لا يدعم خيار إضافة مواقع أخرى إلى لائحة المواقع المدعومة.তাই ফায়ারফক্স ব্রাউজার দিয়ে শুধু ইন্সটল করে নিন এবং ব্রাউজারটি রিস্টার্ট করুন, বাকিটা আপনাআপনি হবে।
18ولكن المبرمج قال, أن هذه الميزة -لائحة قابلة للتعديل- سيتم اضافتها في النسخة المقبلة من الأداة.আপনি ইউটিউব, ফ্লিকার, মাই স্পেস এবং আরও অন্যান্য সাইট (এডঅন সাইটে সাইটগুলো লিপিবদ্ধ রয়েছে) বাধা ছাড়া উপভোগ করতে পারবেন।
19MohammedR يأمل أن تساعد هذه الأداة مواطنيه لتخطي جدار الحجب الذي يستهدف مواقع الويب الاجتماعية.ফ্রি এক্সেস প্লাস এর বর্তমান সংস্করণটিতে তালিকা বহির্ভূত ওয়েবসাইট যোগ করা যায় না।
20মোহাম্মদআর বলেছেন যে পরবর্তী সংস্করণে এই ফিচারটি অন্তর্ভুক্ত থাকবে - সম্পাদন যোগ্য তালিকা।
21“اغلب المدونين الإيرانيين غير راضين عن سياسية الحجب غير المنطقية لمواقع ويب 2.0 ومواقع الشبكات الاجتماعية” يقول MohammedR.তিনি আশা প্রকাশ করেছেন যে এটি ব্যবহার করে তার দেশের লোকেরা স্যোশাল ওয়েবকে লক্ষ্য করে সেন্সরশিপ গুলোকে পাশ কাটাতে পারবে।
22ملاحظة: لمزيد من المعلومات حول الرقابة على الويب 2.0 ومكافحة الرقابة, يمكنكم الرجوع إلى موقعنا, خريطة ممنوع الوصول (Access Denied Map).তিনি বলেছেন “অনেক ইরানী ব্লগাররাই এতদিন অখুশী ছিল কারন বেশ কিছু এধরনের স্যোশাল ওয়েবসাইটগুলো অযৌক্তিকভাবে ব্যান থাকাতে”। পুনশ্চ: ওয়েব ২.
23০ সেন্সরশীপ এবং এন্টিসেন্সরশীপ সম্পর্কে বিস্তারিত জানার জন্যে দয়া করে আমাদের এক্সেস ডিনাইড ম্যাপ দেখূন।