Sentence alignment for gv-ara-20140225-32675.xml (html) - gv-ben-20140101-40926.xml (html)

#araben
1فيديو: “ليس بعد الآن” حكاية ثورة في سورياভিডিওঃ সিরিয়াতে “আর নয়ঃ বিপ্লবের গল্প”
2ম্যাথু ভ্যানডাইক একজন আমেরিকান সাংবাদিক এবং প্রামাণ্যচিত্র নির্মাতা।
3قام ماثيو فاندايك، الصحفي الأمريكي وصانع الأفلام الوثائقية الذي شارك في الثورة الليبية كمحارب أجنبي ضد قوات القذافي، بالحصول على تمويل جماعي لإنتاج فلم (ليس بعد الآن/ Not anymore): حكاية ثورة، وهو عبارة عن فلم قصير يوثق للثورة السورية والسبب الذي قامت من أجله.গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে সংঘটিত লিবিয়ার গৃহযুদ্ধে একজন বিদেশী যোদ্ধা হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন। জনসাধারণের কাছ থেকে সংগৃহীত তহবিলের ওপর অবলম্বন করে তিনি “আর নয়ঃ বিপ্লবের গল্প” নামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।
4সিরিয়ার বিপ্লব এবং এর তাৎপর্য এই চলচ্চিত্রটিতে তুলে ধরা হয়েছে।
5২০১৩ সালের সেপ্টেম্বর মাসে এই চলচ্চিত্রটি [সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ সংবেদনশীল দৃশ্য] বিনামূল্যে দেখার জন্য ইউটিউবে পোস্ট করা হয়।
6চলচ্চিত্রটিতে আসাদ সরকারের বিরুদ্ধে বেসামরিক সাধারণ জনগণকে প্রতিবাদ করতে দেখা যায়।
7لقد تم نشر الفيديو على يوتيوب للعامة في سبتمبر/أيلول 2013، مظهراً المدنيين السوريين والناشطين يغنون ويتظاهرون ضد نظام الأسد عندما يحدث انفجار.বোমা বিস্ফোরণ হওয়ার সাথে সাথে সেখানে সক্রিয় কর্মীদেরকে গান গাইতেও দেখা যায়। ফুটেজগুলো আমাদেরকে ধ্বংসপ্রাপ্ত আলেপ্পো (হোমস) শহরে নিয়ে যায়।
8المشاهد تأخذنا داخل أحياء مدينة حلب المدمرة، وتظهر لنا رجال مسلحين كانوا مدنيين فيما سبق ولكنهم تحولوا إلى متمردين يقاتلون لأجل حرية بلدهم.যারা এক সময় সাধারণ মানুষ ছিলেন, তাদেরকেও এই ফুটেজগুলোতে অস্ত্র হাতে দেখা যায়। তারা এখন তাদের দেশের মুক্তির জন্য বিদ্রোহী যোদ্ধায় পরিনত হয়েছে।
9يتحادث المصور مع ناشط باللغة الانكليزية في الوقت الذي تصدح به أغان وتسمع محادثات محلية باللغة العربية كخلفية للنقاش.পরিচালক সক্রিয় কর্মীদের সাথে ইংরেজীতে কথা বলেছেন। তবে মূল দৃশ্যের পেছনে কিছু কিছু গান এবং স্থানীয় কথোপকথন আরবি ভাষায় শোনা যাবে।
10يصف فلم يوتيوب هذا بأنه:এই ইউটিউব চলচ্চিত্রটি তার নিজের ভাষায়,
11[……] এটি এক ডজনেরও বেশী পুরষ্কার জিতেছে এবং সারা বিশ্ব জুড়ে ৭৫ টির চেয়েও বেশী চলচ্চিত্র উৎসবে এটিকে দাপ্তরিকভাবে নির্বাচন করা হয়।
12[…..] ربح عشرات الجوائز، وتم اختياره رسمياً في أكثر من 75 مهرجان سينمائي حول العالم.পরিচালক ম্যাথু ভ্যানডাইক বিনামূল্যে চলচ্চিত্রটিকে অনলাইনে মুক্তি দিয়েছেন।
13المخرج ماثيو فانديكو أطلق الفيلم على الإنترنت مجاناً بدون أي إعلانات قبل أسابيع من موعده المحدد لأن الآن هو الوقت لتتخذ مبادرة وتدعم سوريا.ইউটিউবে কোন রকম বিজ্ঞাপন প্রচার করা ছাড়াই চলচ্চিত্রটিকে নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই মুক্তি দেয়া হয়।
14কারন সিরিয়ার সমর্থনে কোন পদক্ষেপ গ্রহণ করতে হলে এখনই আপনার জন্য সবচেয়ে সংকটপূর্ণ সময়।
15الفيلم لك.এটি আপনার চলচ্চিত্র।
16(ليس بعد الآن: قصة ثورة) فلم وثائقي من 15 دقيقة حول الحرب في سوريا أخرجه وأنتجه الأمريكي ماثيو فاندايك ونور كيلزة(صحافية سورية وبطلة الفلم).সিরিয়ার যুদ্ধ নিয়ে নির্মিত ১৫ মিনিট দীর্ঘ একটি প্রামাণ্য চলচ্চিত্র হচ্ছে “আর নয়ঃ বিপ্লবের গল্প”। আমেরিকার নাগরিক ম্যাথু ভ্যানডাইক এবং নূর কেলজে (একজন সিরিয় সাংবাদিক।
17يروي الفلم قصة الصراع السوري لأجل الحرية من منظور قائد عسكري من الثوار بعمر 32 عام ويدعى معاوية، وصحفية عمرها 24 عام، تدعى نور كيلزة، في حلب، سوريا.তিনি এই চলচ্চিত্রের একজন তারকাও বটে) এই চলচ্চিত্রটি পরিচালনা ও প্রযোজনা করেছেন। এই চলচ্চিত্রটি স্বাধীনতার জন্য সিরিয়ার সংগ্রামের গল্প বলে।
18সিরিয়ার আলেপ্পোতে ৩২ বছর বয়সী একজন বিদ্রোহী সেনাপতি এবং ২৪ বছর বয়সী একজন নারী সাংবাদিক নূর কেলজের অভিজ্ঞতা থেকে এই সংগ্রামের গল্প বলা হয়েছে।
19يظهر الفلم بوضوح وإيجاز لما يقاتل الشعب السوري لأجل حريته، من خلال الكلمات العاطفية لشخصيتين قويتين قلبت حياتهما رأساً على عقب وتمزقت بسبب الحرب.চলচ্চিত্রটি পরিষ্কারভাবে এবং অল্প কথায় বেশী তথ্য প্রদানের মাধ্যমে দেখিয়েছে, কেন সিরিয়ার জনগণ তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে।
20দু'টি শক্তিশালী চরিত্র, যারা এই যুদ্ধের কারনে নানা চড়াই উৎরাই পার করছে এবং এই যুদ্ধ যাদের জীবনকে ছিন্নভিন্ন করে দিয়েছে তাদেরই আবেগপ্রবণ কথার মধ্য দিয়ে এই সংগ্রামের গল্প বলা হয়েছে।
21التصوير في سوريا كان خطيراً وصعباً.সিরিয়াতে চলচ্চিত্র নির্মাণ করা অত্যন্ত বিপদজনক এবং কঠিন।
22ভ্যানডাইক এবং কেলজেকে বিমান থেকে বোমা নিক্ষেপ, বড় কামান, মর্টার, স্নাইপারস এবং তাদের অনড় অবস্থানের কারণে বার বার অপহরণের হুমকির মুখোমুখি হতে হয়েছে।
23فاندايك وكيلزة واجها القصف الجوي، المدفعية، قذائف الهاون، القناصة، وخطر الخطف المحتمل. بالإضافة إلى وصف فاندياك بالإرهابي من قبل نظام الأسد على قنوات التلفزيون المحلية السورية.তার পাশাপাশি সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে আসাদ সরকার ভ্যানডাইককে একজন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে।
24هنا الفلم القصير لتتابعه على يوتيوب.এখানে আপনি এই স্বল্প দৈর্ঘ্যচলচ্চিত্রটি দেখতে পাবেনঃ