Sentence alignment for gv-ara-20080927-902.xml (html) - gv-ben-20080926-1246.xml (html)

#araben
1باكستان: “يا جماعة!পাকিস্থানঃ হেই!
2لماذا تتجاهلنا غوغل؟”.গুগল কেন আমাদের উপেক্ষা করছে?
3يلجأ المدونون الباكستانيون للمدونات كوسيلة لتسليط الضوء على قضية هامة تتعلق بازدواجية معايير عملاق التكنولوجيا غوغل.প্রযুক্তি মোঘল গুগলের পক্ষপাতের মত একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সোচ্চার হবার জন্য পাকিস্থানীরা ব্লগ মাধ্যম ব্যবহার করছেন।
4القضية التي يتناولونها هي غوغل دودلز لـ باكستان.বিষয়টি হচ্ছে পাকিস্থানের জন্য গুগল ডুডলসের ব্যবহার।
5تشير غوغل دودلز إلى مشروع رسومات وتصاميم شعارات غوغل للمناسبات، حيث تحتفل غوغل وتعبر عن احترامها لعدد من احتفاليات العالم أو شخصياته أو أحداث هامة فيه بعرضها لتلك الرسومات.গুগল ডুডলস হচ্ছে গুগলের লোগো ডিজাইনের একটা প্রকল্প যা গুগল মাঝেমধ্যে প্রদর্শন করে থাকে। বিশ্বের নিদৃষ্ট কিছু উৎসব, অনুষ্ঠান এবং ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও উদযাপন করার জন্য গুগল এইসব ডুডলস তৈরী করে।
6কিন্তু কখনই আমরা বিখ্যাত পাকিস্থানীদের অথবা মুসলামানদের কোন পর্ব নিয়ে এমন ডুডলস প্রদর্শিত হতে দেখি নাই।
7لكننا لم نشهد أبداً رسومات تحتفل بشخصية باكستانية أو احتفالية إسلامية، علماً أنّ بعض الاحتفاليات كالعيد ورمضان يحتفل بها المسلمون حول العام أجمع.কিছু মুখ্য পর্ব যেমন ঈদ এবং রমজান সমস্ত মুসলিম বিশ্ব ব্যাপী উদযাপিত হয়। ইগ এর করা ফ্লিকর থেকে গুগল ডুডলের একটা ছবি: ক্রিয়েটিভ কমোনস লাইসেন্স এর আওতায় ব্যবহৃত
8للمدونين آراء ووجهات نظر متباينة تتعلق بالأسباب والاقتراحات.এর কারণ এবং করণীয় সম্বন্ধে ব্লগারদের বিভিন্নমুখী অভিমত ও ধারণা রয়েছে।
9أول من أشار الى ذلك كان بايت85 في برو-باكستاني، سرعان ما دعمه لاحقاً العديد من المدونين.প্রোপাকিস্থানীতে বাইটস৮৫ প্রথম প্রসংগটি উত্থাপন করেন এবং এরপরে অসংখ্য ব্লগার সমর্থন জানায়।
10دعونا نقرأ ماكان في جعبة المدونون الباكستانيون:দেখা যাক পাকিস্থানী ব্লগাররা কি বলছেনঃ
11صهيب آثار يكتب في رياليتي-فيرتشوال:রিয়েলী ভার্চুয়ালে সোহাইব আতহার লিখেছেনঃ
12أعتقد شخصياً أن سياسة “لا تفعل شراً” ;) لها علاقة بعدم عرض غوغل لأي رسومات احتفالية لأحداث إسلامية، بالرغم من ذلك، بينما غوغل غير مجبرة على تخديم كل شريحة من شرائح قاعدة المستهلكين لديها، خصوصاً أن عرضها للرسوم الاحتفالية هي مسؤولية ثانوية بالنسبة لهم، لكن بالمقابل:আমি ব্যক্তিগতভাবে মনে করি ইসলামী অনুষ্ঠান এবং পর্বের বিষয়ে গুগল কোন ডুডল না প্রদর্শন করায় তাদের “কোন অন্যায় নয়” নীতি নিয়ে নতুন করে ভাবতে হবে। এটা সত্যি যে ভোক্তাদের ভিত্তি মোতাবেক প্রত্যেকের উৎসব বা পর্বে মনোরঞ্জনের ব্যবস্থা করতে গুগলকে বাধ্য করা যায় না, বিশেষত ডুডলিং যারা তৈরী করে এটা যখন তাদের গৌণ দায়িত্ব, তদুপরিঃ
13…بعدم وجود رسوم احتفالية ولا حتى لأي حدث أو عطلة اسلامية حتى الآن، الرسالة التي ترسلها غوغل، للعديد من المسلمين، كأنها تقول “نحن أضخم موقع في العالم، وشركة عالمية، لكننا لا نهتم حقاً بالثقافة الاسلامية، ولن نعتبرها حتى ثقافة تستحق الاحتفال بها” - حقاً، تسويق سيء.* গুগলের অন্য ধর্মীয় উৎসবে ডুডলস রয়েছে * তাদের ভোক্তার একটা বিশাল অংশ মুসলিমদের তৈরী - এ সংখ্যা পাকিস্থানীদের চেয়ে অনেক বেশি হবে অথবা যারা নিদেনপক্ষে ইশার পছন্দ করে তাদের চেয়ে * জন্মদিন এবং অন্যদিনের জন্য গুগলের ডুডল রয়েছে যা বিশ্বের একটা ক্ষুদ্র অংশ উদযাপন করে। * গুগল একটা পাবলিক কোম্পানী (যা অবশ্যই ব্যাপার) …..
14এখন পর্যন্ত একটা ইসলামী পর্ব/ছুটির দিনের জন্য কোন ডুডল প্রদর্শন না করে যে মেসেজ তারা মুসলমানদের দিচ্ছে তার বক্তব্য মোটামুটি এমন “এখানে আমরাই সবচেয়ে বৃহৎ ওয়েবসাইট এবং একটা আন্তর্জাতিক কোম্পানী হলেও মুসলিম সংস্কৃতি নিয়ে আসলে মোটেও যত্মবান নই এবং এমনকি একটা ডুডলের জন্যও তাদের উপযুক্ত মনে করি না” - সত্যিই খুব বাজে বিপনন।
15في المقابل، بعض المدونين، وبهدوء أكثر أبدى رأيه حول الأسباب التي يمكن أن تكون ما يمنع غوغل من الدخول في جدل أو مشكلة تتعلق بالرسوم.অপর পক্ষে, কিছু ব্লগার এ বিষয়ে একটু নরমপন্থী এবং নিজেদের ধারণা প্রকাশ করেছেন এভাবে যে গুগল হয়তো কার্টুন বিতর্কের মত ঘটনার আশংকা করেছে।
16يقول تيث مايسترو:টিথ মায়েস্ট্রো যা বলেছেন তা হলোঃ
17ما كان مفقود بالفعل في قائمتها اللانهائية من مئات من رسومات غوغل الاحتفالية، هو أي شعار يقدّر احتفالية اسلامية، ليكن العيد أو أي احتفالية اسلامية، وأنا متأكد أن التردد حول انشاء رسوم تصوّر حدث اسلامي، هو لخشية الوقوع في جدل وخلاف حول الرسوم، لكن أؤكد لكم هناك طرق لضمان أن هذه الجهود البريئة لن تنقلب عليهم ناراً. [..]গুগল ডুডলসের শ'য়ে শ'য়ে অনিঃশেষীয় তালিকার ভেতরে যেটা সঙ্গিনভাবে অনুপস্থিত তা হলো মুসলিম উৎসবকে স্মরণ করার কোনো স্মারক, তা হতে পারে ঈদ অথবা অন্য যেকোন ইসলামী উৎসব উপলক্ষ্যে। সম্ভবত কোন ইসলামী পর্বের উপরে কোনো চিত্রাবলী তৈরী করতে দ্বিধা কাজ করছে এবং সম্ভাব্য কোন কার্টুন বিতর্কে জরিয়ে যাবার আশংকা করছে।
18لقد كانت باكستان على خريطة غوغل لأجل ما، لكن ما زلنا ننتظر تكريمنا بيوم الاستقلال برسوم غوغل على Google.com.pk، جارتنا الهند استقبلت بعض الهدايا من رسومات غوغل الاحتفالية من يوم ديوالي إلى يوم 15 من آب [أغسطس] على موقع Google.co.in.কিন্তু আমি আশ্বস্ত করতে পারি যে এই নির্দোষ উদ্যোগ যাতে ব্যাকফায়ার না করে তা নিশ্চিত করারও উপায় আছে। […] গুগল ম্যাপে পাকিস্থান কিছুসময়ের জন্য থাকলেও গুগল ডট কম ডট পিকে ওয়েবসাইটে স্বাধীণতা দিবসের গুগল গ্রাফিক প্রদর্শন করে শ্রদ্ধা জানানো হয়নি।
19অন্যদিকে আমাদের প্রতিবেশী ভারত তাদের গুগল ডট কো ডট ইন ওয়েবসাইটে দিওয়ালী থেকে ১৫ই আগস্টের জন্য উৎসবমুখর কয়েকটা ডুডলস গিফট পেয়েছে।
20কিন্তু পাকিস্থানে আমরা বসে আছি আমাদের আঙুলের ডুডলিং এর প্রত্যাশায়।
21لكن هنا في باكستان نجلس ونرسم بأصابعنا بعبث [دودلز] في ترقب متوتر.আমাদের সবিনয় নিবেদন বিবেচনা করার জন্য আমি গুগলের কাছে আবেদন করি।
22أحثّ غوغل بجدية أن تأخذ بعين الاعتبار طلبنا المتواضع بأنه لن يضرّ إذا فاجأوا المسلمين أو الباكستانيين برسمة مخصصة لهم.এটা কখনই মুসলিমদের আঘাত করবে না যদি তারা একটা কাস্টমাইজ ডুডল দিয়ে মুসলিম অথবা পাকিস্থানীদের বিষ্ময় উপহার দেয়।
23خدمات غوغل فازت بقلوب العديد من مستخدمي الانترنت الباكستانيين والمسلمين.গুগলের সার্ভিস মন কেড়েছে অনেক পাকিস্থানী এবং মুসলিমদের।
24العديد يفضل خدمات غوغل على غيرها من المنافسين.তার প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকেই গুগলের সার্ভিস বেশী পছন্দ করে।
25وليس من سياسة غوغل أن تعمل بازدواجية المعايير لدى أي مجتمع.এটা গুগলের ভাবমূর্তির সাথে একদম অমানানসই যে তারা একটা সম্প্রদায়ের পক্ষপাত করবে।
26وأتمنى ان تنصت غوغل لنا وتضع رسوم للعيد هذه المرة :) .এজন্য আশা করি গুগল আমাদের কথাও শুনবে এবং একটা ডুডল স্থাপন করবে এবার ঈদে।