Sentence alignment for gv-ara-20080622-798.xml (html) - gv-ben-20080623-1016.xml (html)

#araben
1إيران: فضيحة جنسية جديدة عبر الصحافة الفرديةইরান: সিটিজেন মিডিয়ায় যৌন কেলেঙ্কারি ফাঁস
2في بداية الشهر الحالي, قام طلاب من جامعة زنجان في شمال غرب إيران بتحميل فيديو لنائب رئيس جامعتهم, حسن مدادي, بقميص مفتوح الأزرار, وهو (حسب ادعائهم يتحضر) لممارسة الجنس مع إحدى طالباته.এ মাসের শুরুর দিকে উত্তর- পশ্চিম ইরানের জাঞ্জান বিশবিদ্যালয়ের ছাত্ররা একটা ভিডিও রেকর্ড করে আপলোড করেছে যেখানে তাদের স্কুলের ভাইস-প্রেসিডেন্ট হাসান মাদাদিকে তার সার্টের বোতাম খোলা অবস্থায় দেখানো হয়েছে এবং একজন ছাত্রীর সাথে যৌন সম্পর্ক করার প্রস্তুতিরত অবস্থায় এই ভিডিও ধারণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
3عدد من المواقع والمدونات الإيرانية تقول أن الطالبة كانت قد أخبرت الاتحاد الطلابي الإسلامي في جامعتها أنها كانت تخضع لضعوط من نائب الرئيس لكي تمارس الجنس معه.বেশ কয়েক ইরানি ওয়েবসাইট আর ব্লগ বলেছে যে এই ছাত্রী তার বিশবিদ্যালয়ের ইসলামিক ছাত্র এসোসিয়েশনকে আগে জানিয়েছিল যে ভাইস প্রেসিডেন্ট তার উপর চাপ প্রয়োগ করছে যৌন সম্পর্ক স্থাপনের জন্য।
4طلاب آخرون في جامعات إيرانية أخرى ومنها جامعة كرمانشه, كانوا قد ادعوا أنهم تعرضوا لتحرشات جنسية من المسؤولين, من دون أي رد.কিরমানশাহ বিশবিদ্যালয়সহ অন্যান্য ইরানি বিশবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এর আগেও কমকর্তাদের দ্বারা যৌন নীপিড়নের অভিযোগ করেছে যার কোন ফলাফল দেখা যায় নি।
5هذه المرة كان هناك دليل واضح في الصحافة الفردية, تظاهر الطلاب لمدة أسبوع قبل أن يتم توقيف نائب الرئيس.এই ক্ষেত্রে সিটিজেন মিডিয়ার প্রভাব পরিষ্কার দেখা গিয়েছে: ছাত্ররা তা ব্যবহার করে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করেছে যার ফলে শেষে ভাইস প্রেসিডেন্টকে সাসপেন্ড করা হয়েছে।
6رئيس الجامعة قام بالاعتذار عما حصل وشكر الطلاب.বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্ষমা চেয়ে ছাত্রদের ধন্যবাদ জানিয়েছেন।
7هذا هو الفيديو الذي يظهر نائب رئيس الجامعة المرتبك وهو يستمع إلى أوامر الطلاب الذين صوروه.এখানে ভিডিওতে দেখা যাবে একজন খুব বিভ্রান্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট যে সব ছাত্র চিত্র গ্রহণ করছে তাদের হুকুম শুনছেন।
8الفيديو تمت مشاهدته أكثر من 67000 مرة في أقل من 10 أيام.১০ দিনের কম সময়ে এই ভিডিও ৬৭,০০০ বারের বেশী দেখা হয়েছে। ইরানি ব্লগার আসমাউন আবি লিখেছেন (ফার্সী ভাষায়):
9المدونة الإيرانية, أسمون أبي, تقول:আমি এমন একটা দেশে বাস করি যেখানে শুধু পর্দা দেখা যায়।
10أنا أعيش في بلد حيث كل الذي أستطيع الحصول عليه هو حجاب.
11أنا أعيش في بلد ينظر إلي كشيء ينام معه.আমি এমন একটি দেশে বাস করি যেখানে আমাকে উপভোগের একটা জিনিষ হিসাবে দেখা হয়।
12أنا أعيش في بلد حيث تغتصب النساء في أكثر الأماكن أماناً ورقياً.আমি এমন একটা দেশে আছি যেখানের সব থেকে নিরাপদ আর সাংস্কৃতিক স্থানে মহিলাদের আক্রমন করা হয়।
13مدونة Zanjan1387 ثم إطلاقها من قبل طلاب في جامعة زنجان كي ينشروا تحديثات حول حركتهم الاحتجاجية.জাঞ্জান১৩৮৭ ব্লগ জাঞ্জান বিশবিদ্যালয়ের ছাত্ররা শুরু করেছিল পাঠকদের তাদের বিক্ষোভের সর্বশেষ ব্যাপারগুলো ব্যাপারে জানানোর জন্য।
14في هذه المدونة نقرأ أن أكثر من 1500 طالب وقعوا عريضة تطالب وزير المعارف بطرد رئيس جامعة زنجان.এই ব্লগে আমরা পড়েছি যে ১৫০০ ছাত্র একটা পিটিশন সই করেছে যেখানে তারা বিজ্ঞান মন্ত্রীর কাছে দাবি করেছে জাঞ্জান বিশবিদ্যালয়ের প্রেসিডেন্টকে অপসারন করতে।
15كما نشرت المدونة عدة صور وفيديوهات من مظاهرات مختلفة.ব্লগে বিভিন্ন বিক্ষোভের বেশ কিছু ছবি আর ভিডিও প্রকাশিত হয়েছে।
16المدون سانو, يقول أن نائب الرئيس كان قد ضغط على الطالبة لممارسة الجنس معه وأراد 7 أشهر من “الزواج المؤقت”.সানো দাবি করেছে (ফার্সী ভাষায়) যে ভাইস প্রেসিডেন্ট মেয়েটার উপর চাপ দিয়েছিল তার সাথে যৌন সম্পর্ক স্থাপনের জন্য আর ৭ মাসের একটা অস্থায়ী বিয়ে চেয়েছিল।
17المدون يضيف أنه قبل هذه الحادثة كان هناك حوادث أخرى مماثلة.ব্লগার আরো বলেছেন এর আগে এই ধরনের ঘটনা আরো হয়েছে।
18المدون طورجان, يقول أن النقطة المثير للإهتمام هي أن مدادي, نائب رئيس الجامعة الذي تصرف بطريقة لاأخلاقية و كان قد هدد قبل بضعة أسابيع اتحاد الطلبة الإسلامي بالإغلاق لأنهم يرتكبون أشياء لاأخلاقية.টুরিয়ান বলেছে যে মজার ব্যাপার হলো যে ভাইস প্রেসিডেন্ট মাদাদি যিনি এমন অনৈতিক কাজ করেছেন তিনি কয়েক সপ্তাহ আগে এসোসিয়েশন অফ ইসলামিক স্টুডেন্টসদের বলেছিলেন যে অনৈতিক কাজের জন্য তাদেরকে নিষিদ্ধ করে দেয়া হবে!