Sentence alignment for gv-ara-20111009-14343.xml (html) - gv-ben-20111009-20622.xml (html)

#araben
1اليمن: مبروك لتوكل كرمانইয়েমেনঃ তাওয়াক্কল কারমানকে অভিনন্দন
2هذه المقالة هي جزء من تغطيتنا الخاصة للثورة اليمنية 2011.এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ
3انهالت التهاني من مختلف الأنحاء منذ الإعلان عن أسماء الفائزين بجائزة نوبل للسلام لهذا العام والذي كان العالم يترقبه بشغف.যখন এই বছরের ভুল প্রতীক্ষিত নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করে হয়, তখন সকল প্রান্ত থেকে অভিনন্দনের বার্তা ছুটে আসতে থাকে।
4الصحفية والناشطة اليمنية توكل كرمان انضمت للرئيسة الليبيرية إلين سيرليف وناشطة السلام الليبيرية ليما غبوي كفائزات بجائزة هذا العام.লাইবেরিয়ার রাষ্ট্রপতি এলেন সিরলিফ এবং শান্তি কর্মী লেইমাহ গাবওয়োর সাথে যৌথ ভাবে ইয়েমেনের একটিভিস্ট তাওয়াক্কল কামরান শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছে।
5العالم العربي يضج بالبهجة والفخر وهو يرى الحماس في ثوراته يحصل على الاعتراف كحركة سلمية.আরব বিশ্ব এক গর্বে আচ্ছন্ন, কারণ যেহেতু তার বৈপ্লবিক চেতনাকে শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে মূল্যায়ন করা হয়েছে।
6للجائزة قيمة مضافة إذ تقر بمدى الجهود والتضحيات التي بذلتها النساء والدور الذي لعبنه في التأسيس للتغيير في مجتمعاتهم.এই পুরস্কার আরো মূল্যবান। যেহেতু তা নিজেদের সমাজের কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে এবং নারীদের ভুমিকা এবং ত্যাগের বিষয়টির এখানে মূল্যায়ন করা হয়েছে।
7المدونة اليمنية أفراح ناصر تهتف:সাংবাদিক তাওয়াক্কল কারমান প্রচার মাধ্যমের সাথে কথা বলছে।
8إياكم والاستهانة بما يمكن لنساء اليمن فعله !!!ছবি ম্যাক গ্রেগরের। কপিরাইট ডেমোটিক্সের (২২/৯/২০১১)।
9إلى الأمام يا توكل !!ইয়েমেনী ব্লগার আফ্রা নাসের উল্লসিত:
10اليمنية، امرأة من اليمن كتبت على تويتر:@আফ্রা নাসের: ইয়েমেনী নারীদের কখনো উপেক্ষা করবেন না!!!!
11ماينبغي تذكره عن توكل كرمان هو دورها في مقاومة الظلم والقمع منذ 2007কোনদিন না! এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও তাওয়াক্কল!
12ومن الدوحة، قطر لاحظ عبد الرحمن وارسامي:ওমেন ফ্রম ইয়েমেন নামক ইয়েমেনী টুইট করেছে:
13منح الجائزة لتوكل كرمان يُعطي دفعة معنوية ضخمة لثورة اليمن على الدعم السعودي/الأمريكي للرئيس صالح ويضيف:@ওমেনফ্রমইয়েমেন: #তাওয়াক্কল সম্বন্ধে যে বিষয়টি স্মরণে রাখতে হবে যে ২০০৭ সাল থেকে তিনি অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে কথা বলে আসছেন।
14توكل كرمان أسست أول منظمة يمنية للصحفيات وكانت من المنظمين الأساسيين للثورة اليمنية#সাপোর্টইয়েমেন#ইয়েমেন এবং কাতারের রাজধানী দোহা থেকে আবদুলরহমান ওরসামে উল্লেখ করেন:
15@আবদু: তাওয়াক্কল কারমানকে এই পুরষ্কার প্রদানের মানে, সৌদি/আমেরিকার সমর্থন পুষ্ট সালেহ এর বিরুদ্ধে চলমান বিপ্লবকে এক বিশাল প্রেরণা প্রদান করা।
16إبراهيم القحطاني، من العربية السعودية يذكرنا:#ইয়েমেন#আরব এবং তিনি এর সাথে যুক্ত করেছেন:
17@brhom: قادت توكل كرمان اكثر من ٨٠ اعتصام سلمي في ٢٠٠٩ و ٢٠١٠ واليوم تفوز بنوبل للسلام.@আবদু: তাওয়াক্কল কারমান, ইয়েমেনের প্রথম সাংবাদিক অ্যাসোসিয়েশনের স্রষ্টা এবং ইয়েমেন বিপ্লবের প্রধান সংগঠক। #নোবেল#ইয়েমেন
18شفتو ان الإعتصامات السلميه اكثر سلميه من السكوت المؤقت #yemenসৌদি আরব থেকে ইব্রাহিম আল খাতানি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন [আরবী ভাষায়]:
19@ব্রাহোম: ২০০৩ থেকে ২০১০ সালের মধ্যে তাওয়াক্কল প্রায় ৮০ টির মত শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটের নেতৃত্ব প্রদান করেছে, আর আজ সে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেছে।
20আপনারা কি দেখেছেন যে কোন শান্তিপূর্ণ এত বেশী শান্তিপূর্ণ যে তা সাধারণত শান্ত থাকে।
21وسالي مينز لديها نصيحة تسديها للرئيس اليمني علي عبدالله صالح:এবং স্যালি মেন্স, ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহকে উপদেশ প্রদান করেছেন:
22لو كنت محل صالح لسحبت كل القوات من شوارع صنعاء إذ أن صحافة العالم سترافق توكل كرمان في مسيرة هذه الجمعة.@এসনেইম্যালিস: যদি আমি সালেহ হতাম, তাহলে আমি #সানার রাস্তা থেকে সকল সেনা সরিয়ে নিতাম, যাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই শুক্রবারের #ইয়েমেন শোভাযাত্রায় তাওয়াক্কল কামরানের সঙ্গী হতে পারে
23সর্বশেষ কিন্তু সবগুলোর মতই সমান গুরুত্বপূর্ণ এক সংবাদ প্রদান করা হচ্ছে।
24أخيراً وليس آخراً، نون العرب، المدونّة اليمنية، تلخص الشعور الذي تولد لدى الكثير من اليمنيين.নুন আরাবিয়া ইয়েমেনের এক ব্লগার, যিনি অনেক ইয়েমেনী নাগরিকের আবেগের সারাংশ তৈরি করেছেন, তিনি লিখেছেন :
25نون كتبت: اليمنية توكل كرمان تحوز على جائزة نوبل للسلام للعام 2011.@নুনআরাবিয়া: ইয়েমেনের তাওয়াক্কল কারমান ২০১১ সালের নোবেল শান্তি পুরষ্কার লাভ করল।
26إن فوزها تشريف ومدعاة فخر لكل اليمن.সকল #ইয়েমেনী নাগরিকের জন্য এটা একটা সম্মান এবং গর্বের বিষয়।
27مبروك توكل.#তাওয়াক্কল কারমান
28مستخدمو تويتر أيضاً أخذوا يتداولون أن للسيدة كرمان حساباً على تويتر.টুইটে এই বিষয়টি জানা যাচ্ছে যে তাওয়াক্কল কারমানের টুইটারে উপস্থিতি রয়েছে।
29تمكنا من إيجاد حساب محمي يحمل اسمها على هذا الرابط.এখানে, আমরা তার নামে একটি সুরক্ষিত একটি একাউন্ট চিহ্নিত করতে পেরেছি।