Sentence alignment for gv-ara-20071210-332.xml (html) - gv-ben-20071206-452.xml (html)

#araben
1[عرض الأصوات العالميّة الخاص]: مقابلة مع واحدة مصريّة[গ্লোবাল ভয়েসেসের বিশেষ আকর্ষণ] ওয়াদা মাসরিয়ার সাক্ষাতকার – একজন মিশরী নারী
2সম্প্রতি আমি যে নিউ মিডিয়া ওয়ার্কশপ পরিচালনা করেছিলাম মিশরের আলেকজান্দ্রিয়ায় প্রায় সবাই সেখানে সম্মান জানিয়েছে শাহিনাজ আবদেলসালাম কে যাকে ব্লগের জগতে ‘ওয়াহদা মাসরিয়া - একজন মিশরী নারী‘ হিসাবে সবাই চেনেন।
3خلال الجلسة النهائية من ورشة الإعلام الجديدة التي نظمتها في الإسكندرية, مصر, عمد الجميع للتعبير عن تقديرهم لشهيناز عبد السلام المعروفة ب”واحدة مصرية” [عربي] في عالم المدونات. تلك الفتاة الوحيدة المتأصلة من الإسكندرية ومن بين قلّة من المدونين المصريين المخضرمين في المجموعة, باتت شاهيناز بالنسبة للعديد من المشاركين في الورشة رمزا للشجاعة والإخلاص لقضيتي حقوق الإنسان وحرية التعبير.একমাত্র আলেজান্দ্রিয়ার স্থানীয় আর দলের মধ্যে অল্প কয়েকজন অভিজ্ঞ ব্লগারদের একজন হিসাবে শাহিনাজ বেশিরভাগ অংশগ্রহনকারীদের জন্য সাহস যুগিয়েছেন আর মানবাধিকার ও প্রকাশের স্বাধীনতা রক্ষার অংগীকারের প্রতীক হিসাবে দেখা দিয়েছেন ।
4فكما تخبرنا دلفين نيربوليير في المقابلة التي أجرتها [فرنسي] مع شاهيناز في مدونة نيوزلاب, أنّ شاهيناز قد كسرت التقاليد العائلية ورحلت عن مدينتها عام ألفين وخمسة وهي الآن تعيش حياة مستقلّة في القاهرة.নিউজল্যাব ব্লগে ডেলপাইন নেরবলিয়েখ শাহিনাজের সাথে তার স্বাক্ষাতকারের কথা বলেছেন । শাহিনাজ পারিবারিক ঐতিহ্য ভেঙে তার শহর ছেড়ে চলে আসেন ২০০৫ সালে আর এখন কায়রোতে স্বাধীনভাবে থাকেন ।
5في عمر يناهز الثمان وعشرين تحتلّ المدونة منصب مهندسة الاتصالات في شركة أورناج, الأمر الذي يطرح عندها تساؤلات أخلاقية بالنسبة لها: “أتت شركة أورانج إلى مصر كي تدفع رواتب ضئيلة, وأنا ضدّ هذه السياسية,” تقول.এই ২৯ বছর বয়সী অরেন্জ কোম্পানীতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন যে চাকরি তাকে বেশ কিছু ন্যায়ের প্রশ্নের মুখোমুখি করেছে । ”অরেঞ্জ এই দেশে এসেছে যাতে ইঞ্জিনিয়ারদের কম বেতন দিতে হয় আর আমি এই ধরনের জিনিষের বিরুদ্ধে,” তিনি বললেন ।
6“لكن عليكِ أن تعيشي أليس كذلك؟”.” কিন্তু আপনাকে তার পরও বাঁচতে হবে, তাই না?”
7خلافا لغالبية النساء المسلمات في مصر, شاهيناز لم ترتد حجابا أو غطاءا ولا تفكر بأن تفعل يوما ما.মিশরের বেশিরভাগ মুসলিম মহিলাদের থেকে আলাদা শাহিনাজ কখনও মাথায় স্কাফ বা বোরখা পরেননি আর ভবিষতেও পরবেননা ।
8في هذه الحلقة الخاصة من عرض أصوات عالميّة, تتحدّث شاهيناز عن أسبابها الخاصةّ للتدوين: المصاعب التي تواجه المدونين المصريين الذين يتجرؤون وينتقدون السلطات, صديقها المدوّن المحتجز كريم عامر (والتي تشجعنا على كتابة رسائل إليه مزودتنا بظروف مختومة), وأخيرا عن المشهد التدويني للناشط في مصر.গ্লোবাল ভয়েসেস শোর এই বিশেষ অনুষ্ঠানে শাহিনাজ ব্লগিং এর পিছনে তার নিজের কারন ব্যাখ্যা করেছেন, বলেছের মিশরী ব্লগাররা কি ধরনের বিপদের সম্মুখীন হন যখন তারা সাহস করে কর্তৃপক্ষের সমালোচনা করেন।
9আরো আলোচনা করেছেন বন্ধু , বন্দী ব্লগার কারিম আমির (যাকে লেখার জন্য তিনি সবাইকে অনুরোধ করেছেন ) এবং মিশরে বিপ্লবী কর্মিদের ব্লগিং এর চিত্র নিয়ে কথা বলেছেন ।
10جورجيا بوبلول[display_podcast]
11- স্বাক্ষাৎকার গ্রহনে জর্জিয়া পপলওয়েল