Sentence alignment for gv-ara-20130602-29911.xml (html) - gv-ben-20130528-36619.xml (html)

#araben
1ইরানের প্রেসিডেন্ট নির্বাচনী প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন দুই শীর্ষ প্রার্থী
2إيران: نظام الحكم يستبعد مرشحين أساسيين من خوض سباق الرئاسة القادمমাশায়ি (বামে) এবং রাফসানজানি সুত্র: http://isna.ir/
3রাজনৈতিক জীবনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ইরানে ইসলামী শাসকদের ইচ্ছা আবারও অনেককে হতবাক করেছে।
4কারণ নির্বাচনের জন্য তাঁরা ৬০০ এর অধিক রেজিস্ট্রিকৃত প্রেসিডেন্ট প্রার্থী থেকে তাঁদের পছন্দের শুধুমাত্র আট জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে।
5বিশেষ করে, দ্যা কনজারভেটিভ কাউন্সিল অব গার্ডিয়ান দুটি উচ্চ প্রোফাইলের প্রার্থীকে অযোগ্য ঘোষণা করার পরই সবচেয়ে বিতর্কের জন্ম দিয়েছে।
6مرة أُخرى يؤكد النظام الإسلامي في إيران رغبته المطلقة بالتحكم في الحياة السياسية بإيران بعد إعلانه المفاجئ للكثيرين باختياره فقط لثمانية مرشحين من بين أكثر من ٦٠٠ شخص سجلوا أنفسهم على أمل الفوز.তাঁরা হচ্ছেন, সাবেক রাষ্ট্রপতি আকবর হাশেমি রাফসানজানি এবং বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সুহৃদ ইস্ফান্দিয়ার রহিম মাশায়ি। এখন শুধুমাত্র খামেনি এই সিদ্ধান্ত বদলাতে পারেন।
7وقد قرر مجلس صيانة الدستور استبعاد مرشحين أساسين من خوض سباق انتخابات الرئاسة القادم مما أثار جدلاً واسعاً وهما: أكبر هاشمي رفسنجاني، الرئيس السابق، واسفنديار رحيم مشاي وهو حليفُ للرئيس الحالي أحمدي نِجاد.নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারির পর রাফসানজানি ইরানের নেতৃত্ব দানে অযোগ্যতা এবং অজ্ঞতার দায়ে প্রকাশ্যে অভিযুক্ত হয়েছেন। ব্লগার মলা হাসানি বলেছেন [ফার্সি]:
8وتم استبعادهما نظراً لتجرئهما على الاختلاف مع القائد الأعلى علي خامنئي صاحب الكلمة الأخيرة في هذا الشأن.আমি খুব অব্যাহতিপ্রাপ্ত হয়েছি যখন শুনলাম, রাফসানজানিকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
9এটা কি মজার নয় যে তারা ইরানের উপযোগিতা বুদ্ধিবৃত্তি কাউন্সিলের চেয়ারম্যানকে অযোগ্য ঘোষণা করেছে?
10واتهم رفسنجاني القيادة الإيرانية علانية بالجهل وعدم الصلاحية بعد أن تم منعه من الترشح.তারা [অভিভাবকদের কাউন্সিল] সত্যিই মূঢ় এবং এই নির্বুদ্ধিতা আমাদের খুশি এবং আশাবাদী করে তোলে।
11ويقول المدون ملا حسني [جميع الروابط بالفارسية والإنجليزية]:আযারাকান বলেছেন [ফার্সি]:
12গার্ডিয়ান কাউন্সিলের সিদ্ধান্ত আলী খামেনির পক্ষেই বদলানো সম্ভব এবং বিভিন্ন কারণে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তিনি রাফসানজানিকে তাঁর প্রচেষ্টা চালিয়ে যেতে দিতে পারেন।
13شعرت براحة كبيرة عندما سمعت خبر استبعاد رفسنجاني، استبعادهم لرئيس مجمع تشخيص مصلحة النظام أمر مضحك بالفعل، فهم [مجلس صيانة الدستور] على قدرٍ كبير من الغباء وهذا الغباء يسعدنا جداً ويمنحنا بعضاً من الأمل.যেমনঃ তিনি রাফসানজানিকে বোঝাতে চান যে, তিনি তাঁর মহত্ত্ব থেকে ধন্যবাদ দিতে পারেন। খামেনি ২০০৯ সালের ক্ষতিগ্রস্ত নির্যাতিত ব্যক্তিদের দেখাতে পারেন যে তিনি একজন জ্ঞানী এবং ভালো নেতা।
14এছাড়াও একমাত্র তিনিই যে সব নিয়ন্ত্রণ করেন এর মাধ্যমে তা পাশ্চাত্য ক্ষমতাধারিদেরও দেখাতে পারেন।
15ويقول آزاركان: من الممكن أن يقوم خامنئي بقلب الموازين ويبطل قرار مجلس الصيانة ويسمح لخامنئي بالترشح للانتخابات لعدة أسباب منها: يريد لرفسنجاني أن يعرف أن بإمكانه الترشح فقط بفضل كرمه.মাশায়ি এর প্রার্থীতা পুনঃস্থাপনে হস্তক্ষেপ করতে আলী খামেনির প্রতি আহ্বান জানিয়ে মাশায়ি এর সমর্থকদের একটি গ্রুপ তাদের ব্লগে একটি বিবৃতি প্রকাশ [ফার্সী ভাষায়] করেছে।
16كما يريد خامنئي أن يُثبت للضحايا المضطهدين عام ٢٠٠٩ بأنه قائد حكيم وجيد، كما يريد أن يُثبت لقوى الغرب أنه هو من بيده مقاليد الأمور.ব্লগার ইমায়ান লিখেছেন [ফার্সী ভাষায়] যে, কাউন্সিল অব গার্ডিয়ান মিথ্যা এবং খামেনি সমগ্র জনসংখ্যার উপর তার একটি ভোট আরোপ করতে চান।
17وقد نشرت مجموعة من مؤيدي رفسنجاني بياناً على مدونتهم تطالب فيه القائد بالتدخل لإعادة مشاي إلى سباق الرئاسة.বেলগিরান লিখেছেন [ফার্সী ভাষায়], আগামী নির্বাচনে কোন কিছুরই সমাধান করা যাচ্ছে না।
18وكتب المدون إيمايان قائلاً بأن مجلس صيانة الدستور يكذب وبأن القائد يريد فقط فرض صوته على كل الشعب الإيراني.“সরকার মৃত, সামরিক বাহিনী তার কাঁধের উপর একটি মৃতদেহ বহন করে চলেছে।
19كما قال بيلجران بأن الانتخابات القادمة لن تحل أي شيء.এটি সমাহিত করার সময় এখনই। মানুষ পরিবর্তন চায়”।
20“النظام ميت والقوى العسكرية لا تحمل سوى جثة فوق أكتافها وقد حان الوقت لدفنها، الشعب يريد تغييراً.”