Sentence alignment for gv-ara-20140123-32373.xml (html) - gv-ben-20140115-41277.xml (html)

#araben
1الصورة المنتشرة على الإنترنت لحبار ضخم وُجد في كاليفورنيا مُزيفةদ্রুত ছড়িয়ে পড়া ক্যালিফোর্নিয়ার দানব স্কুইড এর ছবিটি আসলে নকল
2الصورة انتشرت كالنار في الهشيم على الإنترنت.ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিটি।
3المصدر هو موقع lightlybraisedturnip.com في 10 يناير / كانون الثاني 2014 .গত ১০ জানুয়ারি, ২০১৪ তারিখে ছবিটি প্রথম লাইটলিব্রেইসেডটারনিপ. কম সাইটে দেখা যায়।
4تم استعمال الصورة تحت رخصة الاستخدام العادل هذه الصورة المزيفة للحبار الضخم انتشرت بصورة رهيبة على كل شبكات التواصل وبجميع اللغات.দৈত্যকার স্কুইডের এই নকল ছবিটি অনেক ভাষায় অনূদিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
5মূলত, লাইটলি ব্রেইসেড টারনিপ নামের একটি বিদ্রুপাত্তক খবরের ওয়েবসাইটে পাওয়া এই ছবিটির বর্ণনায় লিখা ছিল, “দৈত্যকার এই স্কুইডটি ক্যালিফোর্নিয়ার উপকূলে পাওয়া গেছে এবং বিজ্ঞানীরা এটিকে তেজস্ক্রিয়তার অস্বাভাবিক ফলাফল বলে সন্দেহ করছেন।”
6هي في الأصل وجدت على موقع Lightly Braised Turnip، الذي اتضح أنه متخصص في الأخبار المضحكة التهكمية، الصورة جاءت بهذا الوصف “حبار ضخم اكتشف في خليج كاليفورنيا والعلماء يشككون أن هذا بسبب الإشعاعات النووية” وإلقاء اللائمة على حادثة فوكوشيما النووية في تواجد هذا الكائن البحري الضخم.এই ধরণের বড় সামুদ্রিক জীবের অস্তিত্বের জন্য সেখানে জাপানের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনাকেই দায়ী করা হয়েছে। দৈত্যকার স্কুইড (জেনাস:আরকিটেউথিস) একটি বড় ও গভীর সমুদ্রে বসবাসকারী স্কুইড, যেগুলো স্বাভাবিকভাবেই ১৩ মিটার (৪৩ ফুট) পর্যন্ত বড় হতে পারে।
7الحبار الضخم (الجنس: أركيتيوثيزس) هو حبار ضخم يعيش في أعماق المحيط هذا الحبار ممكن أن يصل طوله بشكل طبيعي إلى 13 مترًا أي 43 قدمًا.জাপানিজ ব্লগার পিয়োহিকো ছবিটির ব্যাপারে সন্দেহ প্রকাশ করে অনলাইনে তদন্ত [জাপানিজ] চালালে দ্রুত ছবিটির প্রকৃত স্বরূপ উৎঘাটিত হয়।
8المدون الياباني بيوهيكو شكّ في هذه الصورة المشبوهة، فقرر أن يحقق فيها على الإنترت ويكشف الحقيقية بسرعة، فكتب على موقع جوجل في قسم الصور “حبار ضخم” فوجد الصورة الأصلية لهذا الحبار:তিনি গুগলে “দৈত্যকার স্কুইড” এর ছবির জন্য অনুসন্ধান চালান এবং প্রকৃত দৈত্যকার স্কুইডের ছবি পেয়ে যান: জিনহুয়া নিউজে এই দৈত্তকার স্কুইডের ছবিটি পোস্ট করা হয়।
9صورة لحبار نافق نشرت بموقع Xinhua للأخبار، التقط الصورة إنريك تاليدو [بالإسبانية] المتخصص في وثائقيات المحيطছবিটি তুলেছেন এন্রিক তালেদো, যিনি সমুদ্রের ব্যাপারে প্রতিবেদন তৈরিতে সিদ্ধহস্ত।
10استغرق الأمر 10 ثوانٍ فقط لكي أجدها، إنه الحبار نفسه أليس كذلك؟এটা খুঁজে পেতে আমার মাত্র ১০ সেকেন্ড সময় লেগেছে !!
11المصور مساهيرو أريجا [باليابانية] اكتشف أيضا أن الصورة مفبركة.ছবিটি আমার কাছে অনুরূপ মনে হয়েছে, আপনাদের কাছে নয়?
12এছাড়াও ফটোগ্রাফার মাসাহিরো আরিজা ও [জাপানিজ] লক্ষ্য করেছেন, ছবিটি জাল ছিল।
13وأشار إلى أن المشاهدين في صورة الحبار المزعوم هم نفس هؤلاء في الصورة التالية التي رُفعت على موقع 4thmedia.org في 2011:তিনি উল্ল্যেখ করেছেন, দৈত্যকার স্কুইডের ছবিটির সাথে দর্শকরা ২০১১ সালে ফোরথমিডিয়া ডট অরগে আপলোডকৃত নিচের ছবির কাকতালীয় মিল খুঁজে পাবেন:
14الصورة التقطت في 3 نوفمبر / تشرين الثاني 2011 حيث ظهرت على موقع 4thmedia.org ، في تقرير أن هناك حوتًا نافقا في تشيليছবিটি ৩ নভেম্বর, ২০১১ তারিখে তোলা হয়েছিল, যেটি ফোরথমিডিয়া ডট অর্গে প্রকাশিত হয়। সেখানে দেখা যাচ্ছে, চিলিতে একটি মৃত তিমি পাওয়া গেছে।
15أريجا علق على كيفية انتشار مثل هذه الصور على موقع فيسبوك:নকল ছবিটি ফেসবুকে কিভাবে এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল সে ব্যাপারে আরিজা [জাপানিজ] মন্তব্য করেছেন:
16الصورة المزيفة “للحبار الذي جاء إلي شاطئ سانتا مونيكا” انتشرت بسرعة كبيرة.জাল ছবিটি আশ্চর্যজনক গতিতে ছড়াচ্ছে [একটি দৈত্যকার স্কুইড যেটি সান্তা মনিকার তটরেখা বরাবর ডাঙায় ভেসে আসা]।
17عندما شاهدت الصورة على الصحف الإخبارية على الإنترنت في يوم التاسع من يناير / كانون الثاني كان لها فقط 13,000 معجب على موقع فيسبوك.গত ৯ জানুয়ারী তারিখে দুপুর বেলা অনলাইন সংবাদে আমি যখন এটা দেখি, তখন সেটা শুধুমাত্র ১৩,০০০ জনের ফেসবুক পছন্দের তালিকায় ছিল।
18في آخر الليل وجدت أن المعجبين وصلو إلي 20,000.তবে রাতারাতি, এটা ২০,০০০ জনের পছন্দে উপনীত হয়।
19يبدو أن الناس صدقوا صحة هذا الخبر عن أن الحبار الضخم ناجم عن الحادثة النووية والناس بشكل عام بنجذبون لهذا النوع من الأخبار.এটা দ্বারা মনে হচ্ছে, বিকিরণের কারণে একটি স্কুইডের অস্বাভাবিকভাবে বৃহদাকার হয়ে ওঠার সংবাদ অনেক মানুষ বিশ্বাস করেছেন ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
20ليس واضح هل الخبر كتب من باب الفكاهة أو بسبب نية سيئة في ذهن صاحب الخبر، ولكن على أي حال الناس صدقوه.এই মিথ্যা সংবাদটি একটি তামাশা হিসাবে নাকি পঙ্কিল অভিপ্রায়ে লিখা হয়েছে তা স্পষ্ট নয়, কিন্তু অনেক মানুষ সত্য হিসাবে খবরটি গ্রহণ করেছেন।
21أنا أراقب كيفية تضخيم وانتشار الأكاذيب والأخبار المرعبة للناس على الإنترنت بصورة كبيرة خلال العالم.আমি পর্যবেক্ষণ করছি, ইন্টারনেট কিভাবে একেবারে মিথ্যা তথ্য এবং উদ্বেগ সারা দুনিয়ায় ছড়িয়ে দিচ্ছে।