Sentence alignment for gv-ara-20111218-16626.xml (html) - gv-ben-20111226-21863.xml (html)

#araben
1سوريا: رزان غزاوي حرة!সিরিয়াঃ ব্লগার রাজান ঘাজ্জাউয়ি মুক্ত!
2هذا المقال جزء من تغطيتنا الخاصة بثورة سوريا 2011এই প্রবন্ধটি সিরীয় বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3خبر عاجل: تحديث: رزان حرة!তাজা সংবাদঃ রাজান ঘাজ্জাউয়ি মুক্তি লাভ করেছে!
4المدونة السورية رزان غزاوي أفرج عنها بعد اعتقالها 15 يوماً في السجون السورية.সিরিয়ার কারাগারে ১৫ দিন কাটানোর পর সিরিয়ার ব্লগার রাজান ঘাজ্জাউয়ি অবশেষে মুক্তি লাভ করেছে।
5أعلنت أختها نادين الخبر على تويتر: إنها تمطر رزانيات!তার বোন এই মাত্র টুইটারে তার মুক্তির কথা (১৮ ডিসেম্বর) করেছে।
6الحمد لله :)))))))) أختى الآن حرة! آمل أن يفرج عن كل أخواتنا وإخواننا المعتقلين قريباً. *****@নাদিনঘাজ্জাউয়ি:এখন বৃষ্টি হচ্ছে, রাজান……হুররে :)))))))) <৩, আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে, আমার বোন এখন মুক্ত!
7ذكرت نادين غزاوي، أخت رزان، على تويتر:আশা করি গ্রেফতারকৃত অন্য সকল ভ্রাতা এবং ভগ্নিদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। *****
8عائلتي ذاهبة الآن لتأتي برزان إلى المنزل! :)))তাজা সংবাদ: রাজানের বোন নাদিন ঘাজ্জাউয়ি এই মাত্র টুইট করেছে :
9تزداد الأخبار المنشورة عن المدونة السورية رزان غزاوي، التي اعتقلت على الحدود السورية الأردنية وهي ذاهبة إلى ورشة عمل حول حرية الصحافة في العالم العربي في عمان التي كانت في الرابع من ديسمبر / كانون الأول، أنه سيتم الإفراج عنها.@নাদিনঘাজ্জাউয়ি:#ফ্রিরাজান # সিরিয়া, আমার বোনকে ঘরে ফিরিয়ে আনার জন্য পরিবারের সবাই রওনা দিয়েছে :)))) এই গুঞ্জন অনলাইনে জোরালো হতে থাকে যে, সিরিয়ান ব্লগার রাজান ঘাজ্জাউয়ি যাকে ৪ ডিসেম্বর ২০১১ তারিখে, আম্মানে অনুষ্ঠিত আরব বিশ্বের সংবাদপত্রের স্বাধীনতা নামক সম্মেলনে যোগ দিতে যাবার সময় সিরিয়া-জর্ডান সীমান্তে গ্রেফতার করা হয়, তাকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে।
10بعد ثمانية أيام من اعتقالها، واجهت رزان قائمة من الاتهامات - التي رفضها مجتمع المدونين واصفين إياها مهزلة.গ্রেফতার করার আটদিন পড়ে ঘাজ্জাউয়ির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ গঠন করা হয়- ব্লগার সম্প্রদায় যে সব অভিযোগ প্রত্যাখ্যান করে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগকে হাস্যকর বলে অভিহিত করে।
11ومن ضمن التهم “إنشاء جمعية تهدف لتغيير كيان الدولة الإجتماعيّ والاقتصاديّ” “وإضعاف الشعور القوميّ” “ومحاولة إشعال فتنة طائفيّة”، حسب ما ذكرت جريدة الديلي ستار اللبنانية في هذا الوقت.তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে ছিল “এমন এক সংগঠন স্থাপন করা যা দেশের সামজিক এবং অর্থনৈতিক পরিচয়কে পাল্টে দিতে চেষ্টা করছে” এবং “ জাতীয় আবেগকে দুর্বল করা” ও সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়া। লেবাননের দৈনিক দি ডেইলি স্টার একটা সময়ে এই সংবাদ প্রদান করে।
12أما على صفحة حملة الحرية لرزان على فيسبوك، فقد أعلنت رزان ستكون حرة اليوم، على مسئولية المحامية والناشطة الحقوقية السورية رزان زيتونة.ফেসবুকে, রাজানকে মুক্ত কর নামক পাতায় তার সমর্থকরা এই ঘোষণা প্রদান করেছে যে, শীঘ্রই ঘাজ্জাউয়িকে ছেড়ে দেওয়া হবে। তারা সিরিয়ার আইনজীবী এবং মানবাধিকার কর্মী রাজান জাইতুনের উদ্ধৃতি দিয়ে এই সংবাদ প্রদান করে।
13ولكن لم يذكر الإعلان متى سيفرج عنها.তবে এই পোস্টে এই বিষয়টি উল্লেখ করা হয়নি যে কখন তাকে ছেড়ে দেবার আশা করা হচ্ছে।
14ملصق الحرية لرزان الذي وضعه الكثير من النشطاء كصورتهم الشخصية على فيسبوك، داعين إلى الإفراج عنها.রাজানকে মুক্ত কর নামক পোস্টার, যা তার সমর্থকরা তাদের ফেসবুক এবং টুইটারে অবতারে পরিণত করেছে, এই পোস্টারে রাজান ঘাজ্জাউয়ির মুক্তি দাবী করা হয়েছে।
15وردت نادين غزاوي، أخت رزان، على هذه الأنباء على فيسبوك قائلة:রাজানের বোন নাদিন ঘাজ্জাউয়ি উপরের ফেসবুক পোস্টারের সংবাদে সাড়া প্রদান করেছে:
16سأخبركم جميعاً في حالة الإفراج عنها، لن أكتم عنكم شيئاً :)আমি সকল তাজা সংবাদ পোস্ট করতে থাকবে, আপনাদের চিন্তিত হবার কোন কারণ নেই। সব সংবাদ আমি কেবল আমার মধ্যে রাখব না।
17وتوضح على تويتر:এবং তিনি টুইটারে বিষয়টি পরিষ্কার করেছেনঃ
18رزان لم يفرج عنها حتى الآن، منتظرين أنباء رسمية، ولهذا لم أنشر شيئاً حتى الآن.@নাদিনঘাজ্জাউয়ি: #ফ্রিরাজান#সিরিয়া, রাজানকে এখনো ছেড়ে দেওয়া হয়নি। আমরা এখনো কর্মকর্তাদের ঘোষণার জন্য অপেক্ষা করছি, এ কারণে আমি কোন কিছু পোস্ট করিনি।
19بينما يظل البعض متمسكين ببعض الأمل، تقول مهجة خاف:অনলাইনে, নেট নাগরিক এবং তার সমর্থকরা একই সাথে আশাবাদী, আবার শঙ্কিত। মোহজা খাফ টুইট করেছে:
20ذكرت رزان زيتونة أن رزان غزاوي أفرج عنها بكفالة ولكن لم يفرج عنها فعلياً حتى الآن.@প্রফখাফ:রাজানজেড, সংবাদ প্রদান করেছে যে রাজান ঘাজ্জাউয়ীকে জামিনে মুক্তি দেবার বিষয়টির অনুমোদন প্রদান করা হয়েছে। যে অনুমোদন এখনো অর্জিত হয়নি #ফ্রিরাজান
21وذكر وائل عباس، المدون المصري:মিশরীয় ব্লগার ওয়াএল আব্বাস বলছে [আরবী ভাষায়]:
22انباء عن الافراج عن المدونة السورية رزان غزاوي بكفالة في دمشق@:ওয়াএলআব্বাস দামেস্কে-এ জামিনে সিরীয় ব্লগার রাজান ঘাজ্জাউয়িকে ছেড়ে দেওয়ার সংবাদ সব জায়গায় ছড়িয়ে পড়েছে।
23وأيضاً علاء خنجر:এদিকে সিরীয় ব্লগার আলা কাহাংগার টুইট করেছে [আরবী ভাষায়]:
24القاضي يوافق على إخلاء سبيل الصحفية والمدونة رزان غزاوي “نقلاً عن هيام جميل”@আলকেএইচ৮১: হেইয়াম জামিল থেকে প্রাপ্ত সংবাদ অনুসারে বিচারক সাংবাদিক এবং ব্লগার রাজান ঘাজ্জাউয়িকে ছেড়ে দিতে রাজী হয়েছে।
25وتلخص ديما الخطيب كل الارتباك:দিমা খাতিব, আমাদের সকল সংশয়ের সারাংশ তৈরি করেছে:
26ما زلت أقرأ عن الإفراج عن رزان غزاوي بدون مصادر حقيقية، فقط توييتات.@দিমা_খাতিব:আমি @রেডরাজানের মুক্তি পাবার সংবাদ পড়ে যাচ্ছি, কিন্তু কোন সঠিক সূত্র থেকে এই বিষয়ে কোন সংবাদ পাইনি।
27هل هناك مصادر؟এই মাত্র টুইট করলাম।
28এই বিষয়ে কি কোন সঠিক সংবাদ সূত্র রয়েছে?
29بالإضافة إلى التدوين، فإن رزان غزاوي من رواد تويتر، ومن مشاركي الأصوات العالمية والأصوات العالمية بالعربية بالإضافة إلى دفاع الأصوات العالمية.ফ্রিরাজান ব্লগ করা ছাড়াও ঘাজ্জাউয়ি এক উৎসাহী টুইটার ব্যবহারকারী, যিনি একই সাথে গ্লোবাল ভয়েসেস অনলাইন এবং গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসি উভয় পাতায় লিখে থাকে।
30وهي من المدونين القلائل في سوريا الذين يكتبون باسمهم الحقيقي، دفاعاً عن حقوق المدونين والنشطاء المعتقلين تحت النظام السوري، بالإضافة إلى حقوق المثليين والأقليات.তিনি হচ্ছেন সিরিয়ার সেই সমস্ত গুটি কয়েক ব্লগারদের মধ্যে অন্যতম, যারা স্বনামে লিখে থাকে, ব্লগার এবং সে সমস্ত একটিভিস্ট সিরিয়ার শাসকদের হাতে বন্দি তাদের মুক্তির জন্য, এবং একই সাথে পুরুষ সমকামী এবং সংখ্যালঘুদের অধিকার জন্য সে লিখে থাকে।
31للمزيد من ردود الأفعال والأخبار، تابعوا صفحة الحرية لرزان على فيسبوك، أو على هاش تاج تويتر FreeRazan#.এই বিষয়ে আরো প্রতিক্রিয়া এবং তাজা সংবাদের জন্য রাজানকে মুক্ত কর নামক ফেসবুকের পাতা এবং টুইটারে #ফ্রিরাজান হ্যাশট্যাগকে অনুসরণ করুন।
32এই প্রবন্ধটি সিরীয় বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।