Sentence alignment for gv-ara-20130220-28970.xml (html) - gv-ben-20130627-37092.xml (html)

#araben
1السعودية: وزير يهدي آيباد لفتاة إثر إصابتها بفيروس نقص المناعة المكتسبসৌদি আরব: হাসপাতাল দেয় এইচআইভি, মন্ত্রী দেয় আইপ্যাড
2ريهام الحكمي فتاة في الثالثة عشرة من العمر، أصيبت بعدوى فيروس نقص المناعة البشرية HIV المسبب لمرض نقص المناعة المكتسب AIDS، إثر عملية نقل للدم في مستشفى جيزان جنوب المملكة العربية السعودية.১৩ বছর বয়েসী দক্ষিণ সৌদি আরবের এক মেয়ে রেহাম আল-হাকামি। সেখানে জিজানের এক হাসপাতালে তাঁকে রক্ত দেওয়ার পর দেখা গেছে সে এইচআইভি'তে আক্রান্ত হয়েছে।
3في مكتب الرياض، المدون أحمد العمران يوضح:রিয়াদ ব্যুরোতে ব্লগার আহমেদ আল অমরান ব্যাখ্যা করেছেন:
4এই ঘটনাটি সামাজিক মিডিয়া সাইটে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে।
5أثارت القضية غضبا عارما على مواقع التواصل الاجتماعي، حيث طالب العديد من المستخدمين، وزير الصحة عبد الله الربيعة بالاستقالة من منصبه، وذكرت صحيفة الشروق بأن الوزير زار ريهام في مستشفى الملك فيصل التخصصي ومركز الأبحاث، يوم السبت، وأعطاها جهاز آيباد كهدية، هذه اللفتة أثارت سخرية العديدين على موقع تويتر.অনেক ব্যবহারকারী স্বাস্থ্য মন্ত্রী আব্দুল্লাহ আল-রাবেয়াহ'র পদত্যাগ দাবি করেছেন। মন্ত্রী শনিবার কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ও রিসার্চ সেন্টার রেহামকে দেখতে গেছেন এবং উপহার হিসাবে তাঁকে একটি আইপ্যাড দিয়েছেন বলে আল-শারক সংবাদপত্র রিপোর্ট করেছে।
6عاصفة من ردود الفعل تحت التسمية: #الربيعة_يهدي_رهام_ايباد جاءت في مقدمة التغريدات هذا الصيف، وتم إعادة كتابة التغريدة 1715 مرة.এটি নিয়ে টুইটারে অনেকেই মজা করেছেন। প্রতিক্রিয়ার ঝড়, এই হ্যাশট্যাগের # الربيعة _ يهدي _ رهام _ ايبا [আরবি ভাষায়] অধীনে করা হয়েছে যেটিকে অনুবাদ করলে দাঁড়ায়, “আল-রাবেয়াহ রেহামকে একটি আইপ্যাড উপহার দিয়েছেন”।
7এই টুইটটি সামার দ্বারা চালিত এবং এ পর্যন্ত ১,৭১৫ বার পুনরায় টুইট হয়েছে এবং তা বেড়েই চলেছেঃ
8@ Sughmmer: #الربيعة_يهدي_رهام_ايباد آسف بشأن ما حدث، خذي جهاز الآيباد ونزّلي بعض التطبيقات بينما تكونين في انتظار الموت. هيفاء الرشيد تتساءل:@সামারঃ #الربيعة_يهدي_رهام_ايباد দুঃখিত, আপনি যখন মারা যাবার জন্য অপেক্ষা করছেন তখন এই আইপ্যাড গ্রহণ করে কিছু অ্যাপস ডাউনলোড করলে কি হবে ?
9#الربيعة_يهدي_رهام_ايباد لو ماتت وش بيصير؟হেইফা আল-রাশেদ [আরবী ভাষায়] জিজ্ঞেস করেছেন:
10بيعطي أهلها آي ماك مثلا؟!@হেইফাঃ এবং সে মারা গেলে কি হবে ?
11ألفت القشغري لديه فكرة مشابهة: @olfatg: ماذا بعد؟মন্ত্রী কি তাঁর পরিবারকে একটি আইম্যাক দিবে ?
12“ماك بوك” لإعاقة أخطاء جراحية، #شيء غير معقولঅলফাত গুশগারি অনুরূপ ধারণা পোষণ করেছেন: @অলফাতঃ এর পরে কি ?
13@7iat_20 يتساءل عن سبب عدم نقل الفتاة للعلاج في الخارج:অস্ত্রোপচার ত্রুটির দ্বারা সৃষ্ট একটি পক্ষাঘাত রোগীর জন্য একটি আইম্যাক ?
14#الربيعة_يهدي_رهام_ايباد ​ميزآنيہ​​​ وزآرة آلصحہ​​​ 86 مليآر وتعطيهآ آيبآد ‘بدآل مآترسِلهآ تتعآلج بِمستشفيآت متخصصہ​​​ بهآلحآلآت!!#অবিশ্বাস্য এবং @৭ইয়াত_২০ বিস্ময় প্রকাশ করেছেন যে, এখনো কেন সেই মেয়েটিকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয়নি:
15@৭ইয়াত_২০: স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট ৮৬ বিলিয়ন (সৌদি রিয়াল) এবং আপনি তাঁকে চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে না পাঠিয়ে তার পরিবর্তে শুধু একটি আইপ্যাড দিয়েছেন ?
16بسام التميمي يدوّن:বাসাম আলতামিমি নোট লিখেছেনঃ
17#الربيعة_يهدي_رهام_ايباد خطة وزارة الصحة في المستقبل صرف جهاز آيباد لكل من يقع عليه خطأ طبي إذا كان ع قيد الحياة وإذا توفي يعطي الآيباد للأهل.@বাসামিঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে যদি কেউ চিকিৎসায় অসদাচরণের শিকার হয় তবে তাঁদের সবাইকে এবং মারা গেলে তাদের আত্মীয়দের একটি আইপ্যাড উপহার দিবে।
18في حين يتوقع سليمان السحيمي مكاسب جديدة لشركة “آبل” المنتجة لجهاز الآيباد:সুলেইমান আয়লসামি বলেছেন যে, আইপাড উৎপাদনকারি কোম্পানী অ্যাপেলের মুনাফা বাড়বেঃ
19#الربيعة_يهدي_رهام_ايباد عاجل: الأسواق الأمريكية تتوقع ارتفاعًا ضخمًا في مبيعات شركة آبل وتتوقع أرباحًا خيالية بسبب الأخطاء الطبية في السعودية.@বিফারেস_৫৫ঃ আমেরিকান বাজার ভবিষ্যদ্বাণী করেছে যে, সৌদি আরবে চিকিৎসা অসদাচরণের কারণে অ্যাপল পণ্য বিক্রয় থেকে লাভ বিপুল বৃদ্ধি পাবে।
20ويضيف خالد الظاهري:এবং খালেদ আল-ধাহারি আরও বলেছেনঃ
21أتمنى أن تكون شرارة توقظ الشعب من السُبات #الربيعة_يهدي_رهام_ايباد.@৫আলেদ_দিএইচঃ আমি এই তন্দ্রা থেকে জাতির জেগে উঠার স্ফুলিঙ্গ আশা করি।