# | ara | ben |
---|
1 | صور حقيقية للعاصفة الرملية التي غطت الشرق الأوسط مؤخرًا | এক তীব্র ধূলিঝড়-এ প্যালেস্টাইন, ইজরায়েল, জর্ডান, সিরিয়া এবং লেবানন ঢেকে গিয়েছে |
2 | ميناء غزة يغطيه الغبار ظهر هذا اليوم. | আজ বিকেলে গাজার মারিনা এলাকা ধূলি ঝড়ে ঢেকে যায়। |
3 | صورة مشاركة من shawajason@ على تويتر | টুইটার ছবি প্রদর্শন করেছে @শাওয়াইশন। |
4 | العاصفة الرملية الهائلة التي ضربت الجزء الغربي من الشرق الأوسط، حدت من الرؤيا في بعض الدول وتم إدخال بعض الأشخاص إلى المستشفى للعلاج من أمراض الجهاز التنفسي في دول أخرى. | আজ মধ্যপ্রাচ্যের পশ্চিম অংশ জুড়ে প্রচণ্ড এক ধূলিঝড় বয়ে যাচ্ছে, যা আগামীকাল বয়ে যাবার কথা, যার ফলে কোন কোন দেশে ঠিক সামনের দৃশ্যও দেখা কঠিন হয়ে পড়ছে এবং এর কারণে শ্বাস প্রশ্বাস জনিত সমস্যায় আক্রান্ত হয়ে কিছু লোককে হাসপাতালে যেতে হচ্ছে । |
5 | غطى الغبار لبنان حيث قُتل خمسة أشخاص وعُولج 750 في المستشفى من الاختناق في كل من سوريا وفلسطين وإسرائيل والأردن وأجزاء من المملكة العربية السعودية ومصر والعراق وتركيا وقبرص. | এই ধূলিঝড় লেবাননকে ঢেকে ফেলেছে, যেখানে অন্তত পাঁচজন ব্যক্তি নিহত হয়েছে এবং এবং শ্বাস সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হয়ে সিরিয়া, প্যালেস্টাইন, জর্ডান এবং সৌদি আরবের কিছু অংশ, এবং মিশর, ইরাক, তুরস্ক এবং সাইপ্রাস-এ ৭৫০ জন ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে। |
6 | فالعاصفة، والصور المشاركة عبر وسائل الاعلام الاجتماعية أمر نادر الحدوث في هذا الجزء من الشرق الأوسط والتي تعتبر أكثر شيوعاً في المملكة العربية السعودية. | এই ধূলিঝড়, যার ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক এবং অনেক বার প্রদর্শিত হয়েছে, তা মধ্যপ্রাচ্যের এই অংশে অনেক দূর্লভ এক ঘটনা, যা সাধারণত এত ব্যাপক ভাবে সংঘঠিত হয় না, তবে এই রকম ঘটনা সৌদি আরবে অনেক সাধারণ। |
7 | إليكم لقطات لبعض الصور التي تم مشاركتها للعاصفة الترابية. | এখানে কয়েকজন ফটোগ্রাফারের তোলা এই ঘূর্ণিঝড়ের ছবির কয়েকটি প্রদর্শন করা হল। |
8 | الأردن: | জর্ডান: |
9 | في الأردن، شاركت المفوضية العليا للأمم المتحدة لشؤون اللاجئين هذه الصورة من مخيم الزعتري للاجئين، ملجأ حوالي 80 ألف من اللاجئين السوريين الذين فروا من الحرب الدائرة في بلدهم. | জর্ডানে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রতিষ্ঠান (ইউনাইটেড নেশন্স রিফুজি এজেন্সির বা ইউএনএইচসিআর) সেখানকার জাত্তারি নামক শরণার্থী শিবিরের এই ছবি প্রকাশ করেছে, যেখানে ৮০,০০০ সিরীয় শরণার্থী বাস, তারা দেশটির গৃহযুদ্ধের হাত থেকে বাঁচতে এখানে পালিয়ে এসেছে: |
10 | اجتاحت الأحوال الجوية السيئة مخيم الزعتري اليوم. | জাত্তারির আবহাওয়া আজ প্রচণ্ড বাজে। |
11 | وقدّمت العيادات التسع الرئيسية والمستشفى بخاخات لعلاج الربو وكمامات للاجئين | নয়জন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের নেবুলাইজার দেওয়া হয় এবং শরণার্থীদের ধুলো প্রতিরোধী মুখোশ পড়তে হয়। |
12 | : لبنان | লেবানন: |
13 | وضع اللاجئون السوريون في لبنان ليس أفضل بكثير. | লেবাননে বাস করা সিরীয় শরণার্থীরাও খুব একটা ভাল নেই। |
14 | شارك مسؤول العلاقات الخارجية للمفوضية العليا للأمم المتحدة لشؤون اللاجئين هذه الصور التي تُظهر أوضاعهم المأساوية: | ইউএনএইচসিআর-এর গণ যোগায়োগ বিষয়ক সহযোগী খালেদ খাব্বার এই সমস্ত ছবি প্রদর্শন করেছে, যা তাদের বিপর্যয়কর অবস্থাকে তুলে ধরেছে: |
15 | عاصفة رملية كثيفة تضرب شمال لبنان، تؤثر على حياة اللاجئين الذين يعيشون فعلاً في ظل ظروف صعبة. | উত্তর লেবাননে তীব্র এক ধূলিঝড় আঘাত হেনেছে, যে সমস্ত শরণার্থী চরম প্রতিকূল অবস্থায় বাস করছে ইতোমধ্যে এই ঝড় তাদের আক্রান্ত করেছে। |
16 | يغطي المُسن خضر ذو 60 عامًا، وجهه من الغبار. هو واحد من العديد من اللاجئين السوريين الذين تأثروا بالعواصف الرملية. | ৬০ বছর বয়স্ক খোদর ধুলো থেকে বাঁচার জন্য নিজের মুখ ঢেকে রেখেছেন, তিনি হচ্ছেন সেই সমস্ত অনেক সিরীয় নাগরিকদের মধ্যে একজন, যিনি লেবাননে এই ধূলিঝড় দ্বারা আক্রান্ত হয়েছেন। |
17 | يشارك أليكس تومسون هذا الفيديو على تويتر للعاصفة التي تجتاح العاصمة اللبنانية بيروت معبراً “يقول أهل بيروت أنهم لا يستطيعون تذكر رؤية أي شيء مثل هذا من قبل في حياتهم”. | এ্যালেক্স থমসন টুইটারে এই ভিডিও প্রদর্শন করেছে যাতে বৈরুত ধুলায় ঢেকে যাচ্ছে, বৈরুতের নাগরিকরা বলছে যা তারা এ জীবনে এ রকম কিছু দেখার কথা স্মরণ করতে পারছেন না: |
18 | أنظروا إلى الرياح القوية في سوريا | সিরিয়া থেকে দেখ কি এসে আঘাত হেনেছে। সিরিয়া |
19 | مراسل بي بي سي “جيرمي بوين” الذي يقدم تقاريره من سوريا، نشر في تغريدة على حسابه الشخصي على تويتر منذ بداية العاصفة. | বিবিসির সাংবাদিক জেরেমি বোয়েন, যিনি এই এই মূহূর্তে সিরিয়ায় বিবিসির সংবাদদাতা হিসেবে কাজ করছেন, গতকাল এই ঝড় শুরু হওয়ার পর থেকে তিনি তার টুইটারে এ সংক্রান্ত তাজা সংবাদ প্রদান করে যাচ্ছেনঃ |
20 | عاصفة رملية كبيرة تمر بسوريا | সিরিয়ার উপর দিয়ে এক বিশাল ধূলিঝড় বয়ে যাচ্ছে। |
21 | في هذا الصباح، يسأل مراسل بي بي سي أين ذهبت دمشق. | আজ সকালে, তিনি জিজ্ঞেস করেছেন: দামেস্ক কোথাও উধাও হয়ে গেল? |
22 | العاصفة الرملية الهائلة مستمرة في الشرق الأوسط | মধ্যপ্রাচ্যে যে বিশাল ধূলিঝড় শুরু হয়েছে, তার আর থামার লক্ষণ নেই। |
23 | مصر: | মিশর: |
24 | يُساهم سامر الطروش هذه الصورة من القاهرة. | সামের আল আথ্রুস কায়রো থেকে এই ছবিটি প্রদর্শন করেছে: |
25 | وسط القاهرة المغطى بالغبار | কায়রোর কেন্দ্রস্থল ধুলোয় ঢেকে গেছে। |
26 | إسرائيل: | ইজরায়েল: |
27 | هذه الصورة مشاركة من قبل @ygurvitz لتل أبيب في منتصف النهار | এই ছবিটি আজ তেল আবিবের দুপুরবেলার দৃশ্য যা প্রদর্শন করেছে @ইগুরভিৎজ: |
28 | - ygurvitz (@ygurvitz) September 8, 2015 | @ইগুরভিৎজ-এর ছবি। নাসার ছবি: |
29 | | যুক্তরাজ্যের শেফিল্ড থেকে জিওমর্ফোলজিস্ট ( পৃথিবীর গঠনবিন্যাস বিষয়ক অধ্যায়ন) রব ব্রায়ান্ট, টুইটারে নাসার এই ছবিটি প্রদর্শন করেছে : |
30 | صور خاصة من وكالة ناسا (الإدارة الوطنية للملاحة الجوية والفضاء) | গত কয়েকদিন ধরে সিরিয়া, জর্ডান, ইজরায়েল এক প্রচন্ড ধূলি ঝড় আঘাত হেনেছে. |
31 | يساهم الأستاذ الجامعي المتخصص بدراسة شكل الأرض “روب براينت” من شيفيلد/المملكة المتحدة، هذه الصور الخاصة بناسا على تويتر | ৭ এবং ৮ সেপ্টেম্বরের একুয়া ডাটা (এ্যাকুয়া ডাটা স্টুডিও হচ্ছে এমন এক ডাটাবেজ যা এক অনুসন্ধান এবং এ্যাডমেনিস্ট্রেটিভ টুলস, এটি ডেভলাপারকে এসকিউএল স্ক্রিপ্ট তৈরি, সম্পাদনা এবং প্রকাশ করার অনুমতি প্রদান করে থাকে)। |
32 | كانت الأيام القليلة الماضية بالفعل مغبّرة في سوريا والأردن وإسرائيل | ধারণা করা হচ্ছে আগামীকালও এই ঝড় অব্যহত থাকবে (বুধবার, সেপ্টেম্বর ৯ তারিখ পর্যন্ত)। |