Sentence alignment for gv-ara-20100213-3407.xml (html) - gv-ben-20100218-9626.xml (html)

#araben
1سوريا: حروب تقنيةসিরিয়া: প্রযুক্তির যুদ্ধ
2من الأكيد أنك سمعت عن أبواق الحرب القائمة بين شركتي جووجل وأبل إذا كان لك القليل من الاهتمام بالتقنية.যদি আপনি এমন একজন হন যিনি প্রযুক্তিতে বিন্দুমাত্র আগ্রহী, তাহলে আপনি হয়ত গুগল আর অ্যাপলের মধ্যে যুদ্ধের দামামা শুনে থাকবেন।
3تحولت العلاقة بين الشركتين خلال السنة الماضية من التحالف إلى التنافس الشرس، خاصة مع وصول هذه المنافسة إلى الذروة بإعلان جووجل عن هاتفها المحمول الجديد نكسس ون.গত কয়েক বছরে এই দুই কোম্পানী বন্ধু হবার বদলে প্রচন্ড প্রতিযোগী হিসাবে দূরে সরে গেছে যা চূড়ান্তে পৌছেছে গুগলের নেক্সাস এক স্মার্ট ফোন বের করার মাধ্যমে যেটাকে অ্যাপলের আইফোনের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা হয়।
4يعتبر هذا الهاتف الذكي المنافس الحقيقي الوحيد لآيفون أبل.সিরিয়ার ব্লগ জগৎও ব্লগারদের মধ্যে এই যুদ্ধ ছড়িয়েছে।
5وانضم المجتمع التدويني السوري لحرب المدونين.কয়েক মাস আগে অ্যান্ড্রয়েড ওয়েবসাইটটি চালু হয়।
6بدأ موقع أردرويد، قبل بضعة أشهر، كأول موقع عربي يهتم بتقديم آخر الأخبار والدروس والمراجعات لنظام جووجل الجديد أندرويد.এটিকে গুগলের নতুন অ্যান্ড্রয়েড ওএস এর রিভিউ, টিপস আর অন্যান্য বিষয় সম্পর্কিত ‘প্রথম আরবি ওয়েবসাইট' হিসেবে ধরা হয়।
7اقتحم الموقع هذه الحرب التقنية بنشر استعراض لأجهزة أندرويد، ومقارنتها بآيفون وحديثا آيباد. نشر الموقع أيضا بعض ملاحظات الأخيرة عن جووجل لستيف جوبز، المدير التنفيذي والعقل المفكر لشركة أبل:এই ওয়েবসাইট কথার যুদ্ধে জড়িয়ে পড়ে অ্যান্ড্রয়েড ফোনের সমালোচনা প্রকাশের সাথে সাথে - পরে সরাসরি আইফোন আর আরো সাম্প্রতিক আইপ্যাডের সাথে এর তুলনার মাধ্যমে।
8সম্প্রতি অ্যাপলের সিইও আর প্রধান ব্যক্তি স্টিভ জবসের সাম্প্রতিক মন্তব্যের ব্যাপারে কথা বলতে গিয়ে গুগল সম্পর্কে এই সাইট বলেছে:
9يبدو أن الانتشار والنجاح الهائل للهواتف التي تعمل بنظام أندرويد (والحواسب اللوحية قريباً) هو من الأمور التي تُقلق ستيف جوبز Steve Jobs مؤسس شركة أبل، ففي تصريح لا يخلو من نبرة توتر عندما كان جوبز يتحدث أمس في اجتماع لموظفي أبل قال (متحدثاً عن جووجل): “نحنُ لم ندخل سوق البحث، لكنهم دخلوا سوق الهواتف.মনে হচ্ছে অ্যান্ড্রয়েড ওএস ফোনের অসম্ভব সাফল্য আর বাজার সম্প্রসারণ (আর অতি সত্বর ট্যাবলেট কম্পিউটার) অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে চিন্তিত করছে। গতকাল (গুগল সম্পর্কে) একটা কর্মীদের মিটিং এ করা তার বক্তব্য চিন্তা বিহীন ছিল না: “আমরা সার্চ এর ব্যবসাতে প্রবেশ করিনি, তারা ফোনের ব্যবসাতে প্রবেশ করেছে।
10بدون أي شك يريدون القضاء على آيفون.মনে রাখবেন তারা আইফোনকে মারতে চায়।
11لكننا لن نسمح لهم”.আমরা তাদের এটা করতে দেব না।“
12كان رد مجتمع أبل سريعاً، بإصدار موقع آيفاد - وهو موقع تقني يركز على آيفون والجهاز الجديد آيباد. ولكن لا تدع التشابه في التصميم يخدعك، فأولويتهم تجارية في المقام الأول، مثلما يقولون في بيانهم رقم واحد:অ্যাপলের কমিউনিটি থেকে সাড়া দ্রুত এসেছে, আইফাড ওয়েবসাইট চালুর মাধ্যমে - এটি একটি প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট যা আইফোনের উপরে আর নতুন মুক্তি পাওয়া আইপ্যাডের উপরে জোর দেয়।
131- عملنا سيكون احترافي ضمن خطط دورية مدروسة: فلم يعد هنالك مجال للصدفة والفوضى والإتكالية التي تشوب الكثير من المشاريع.আর উভয় সাইটের ডিজাইনের প্রচন্ড মিল আপনাকে বোকা বানাতে পারে। তবে তারাও ব্যবসা বোঝে এবং তাদের প্রথম বক্তব্যেই হামলা বজায় রেখেছে:
142- سنكون عن قرب من المنتجات والبرامج ولن نلقي الكلام على عواهنه دون تجربة.২। আমরা পণ্য আর সফটওয়ার সম্পর্কে প্রথম স্তরের অভিজ্ঞতা তুলে ধরব আর অভিজ্ঞতার নিরিখে আমাদের মূল্যায়ন প্রকাশিত হবে।
153- منهجنا ليس الكلام فقط دون العمل بل ستكون لنا أعمالنا ومنتجاتنا الخاصة بآيفون وآيباد ومن أجل ذلك كانت مختبرات ومعامل الآيفاد.৩। আমাদের উদ্যোগে বাস্তব একটা দিক থাকবে, আমাদের নিজেদের ডিজাইন আর পণ্য নিয়ে যা আইফোন আর আইপ্যাডের বাজারকে লক্ষ্য করে, আর নিজেদের আইফাড ল্যাবসহ।
164- بعيدون جداً عن التعصب ولن نقارن بمنتجات أخرى منافسة وننتقصها عكس ما تفعله الكثير من المواقع.৪। আমরা অসহিষ্ণুতা থেকে দূরে সরে গিয়ে লজ্জাজনক তুলনা আনব না অন্যান্য প্রতিযোগিতামূলক পণ্যের সাথে, অন্য কিছু ওয়েবসাইটের মতো।
17وبذلك تنطلق الحرب لكسب قلوب وعقول وهواتف التقنيين السوريين والعرب!আর এভাবেই যুদ্ধ শুরু হল সিরিয়া আর আরবের প্রযুক্তিবিদদের মন, হৃদয় আর ফোনের জন্য।