Sentence alignment for gv-ara-20111208-16215.xml (html) - gv-ben-20111209-21607.xml (html)

#araben
1البحرين: السجن 66 يوم عقاباً على استخدام تويترবাহরাইন: টুইটার বার্তা পাঠানোর অপরাধে ৬৬ দিনের কারাদণ্ড
2هذا المقال جزء من تغطيتنا الخاصة بثورة البحرين2011আমাদের এ পোস্টটি বাহরাইন প্রতিবাদ ২০১১-সংক্রান্ত স্পেশাল কাভারেজের অংশ
3أصبح العالم العربي معروفاً باعتقال المدونين ومستخدمي الإنترنت وتعذيبهم، ولم تكن البحرين استثناء، خاصة من بعد ثورة الرابع عشر من فبراير / شباط، ومثلما يتحدث المسعفين البحرينيين على تويتر ليخبروا العالم عما شهدوه من تعذيب ونتهاكات على يد قوات الأمن البحرينية في السجون، سرد بحريني، يسمي نفسه باسم Nezrad، قصة سجنه على مدى الأيام الماضية ليعرفها العالم كله.ব্লগার ও নেটিজেনদের গ্রেফতার ও নির্যাতনের ক্ষেত্রে আরব বিশ্বের সুনাম আছে, সুনির্দিষ্ট ভাবে বলতে গেলে ১৪ ফেব্রুয়ারি গণজাগরণের পর থেকে বাহরাইন ও এর ব্যতিক্রম নয়। বাহরাইনি চিকিৎসকেরা যেভাবে টুইটার ব্যাবহার করে কারারক্ষীদের যে সব অত্যাচার ও অনাচার প্রত্যক্ষ করেছেন তা বিশ্ববাসীর সামনে যেভাবে তুলে ধরেন সেভাবে নেজরাদ (@নেজরাদ) ছদ্মনামের একজন টুইটার ব্যাবহারকারী গত কয়েক দিনে তাঁর কারা অভিজ্ঞতার কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন।
4شعار الإعلام الاجتماعي دعماً لثورة البحرين
5وطبقاً ل Nazred، فإن اعتقاله كان بسبب تحديثاته على تويتر، حيث يحكي قصته:১৪ ফেব্রুয়ারি প্রতিবাদ সমর্থনে সামাজিক প্রচারমাধ্যমের লোগো। ছবি সৌজন্য- জনগণ
6بسبب بضع كلمات في تويتر تم أعتقالي وتكبيلي وتعصيب عيني واستجوابي لـ 5 ساعات عانيت فيها من التقييد والعطش والشتائم والوقوف على رجلي دون جلوسনাজরেদ এর মতে তার টুইট বার্তির কারনে তিনি গ্রেফতার হয়েছেন, তিনি তাঁর নতুন আপডেটে জানিয়েছেন যে তিনি ঘটনাটি সবাইকে জানাতে চান [ আরবি ভাষায়]: তিনি তাঁর অগ্নিপরীক্ষার বিষয়ে বিস্তারিত বর্ণনা করেনঃ
7ويكمل: قبل بدأ التحقيق في النعيم أتى رجل وسألني بلهجة يمنية:ماهي تهمتك؟@নেজরাদঃ জিজ্ঞাসাবাদের শুরুতে এক লোক এসে ইয়েমেনি উচ্চারনে আমাকে জিজ্ঞেস করল : “ তোমার বিরুদ্ধে অভিযোগ কি?
8أين تعمل؟তুমি কোথায় কাজ কর?
9ما هذه البدلة التي تلبسها؟তুমি কি স্যুট পরেছ?”
10ثم جرني ومزق البدلة وصفعني ثم بصق عليএরপর সে আমাকে টেনে নিয়ে স্যুট ছিঁড়ে ফেলে, আমাকে থাপ্পড় মারে এবং থু থু ছুড়ে মারে।
11ويضيف:তিনি বলেনঃ
12بعد ذلك تم إدخالي في غرفة التحقيق، حيث استجوبني شخصان.. كانت أسئلتهما غريبة..@নেজরাদ : এরপর আমাকে জিজ্ঞাসাবাদের জন্য জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে যাওয়া হয়, সেখানে আমাকে দুজন জিজ্ঞাসাবাদ করেন।
13لم يكن استجوابا حقيقيا بقدر ما هو توبيخ واستهزاء وشتائمতাঁদের প্রশ্ন গুলো ছিল অদ্ভুত ধরণের। এটা সত্যিকারের কোন জিজ্ঞাসাবাদ ছিল না।
14وتتوالى التفاصيل في التوييتات التالية:এটা ছিল আমার জন্য অপমানজনক, ও অসম্মানের।
15وأثناء الاستجواب سألني أحد المحققين بلهجة عراقية: هل تحب صدام حسين؟নেজরাদ তাঁর দুর্দশার বিষয়ে নিচের টুইট গুলো করেনঃ
16@নেজরাদঃ জিজ্ঞাসাবাদের সময় একজন প্রশ্নকারী ইরাকি উচ্চারনে আমাকে জিজ্ঞেস করেন: “তুমি কি সাদ্দাম হুসেন কে ভালবাস?
17مارأيك في العراقيين؟ هل تسمع أغاني عراقية؟ইরাকিদের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি কি?
18ثم طلب مني أن أغني له أغنيةতুমি কি ইরাকি সঙ্গীত শুন?” এরপর সে আমাকে গান গাইতে বলে।
19وسأل المحقق الآخر: هل ذهبت إلى الدوار؟@নেজরাদ: অন্য একজন প্রশ্নকারী জিজ্ঞেস করেনঃ “ তুমি কি গোল চত্বরে গিয়েছিলে?”
20واقترب مني وسحبني من ربطة عنقي بقوة ثم كرر السؤال مهددا؟এরপর সে আমার কাছে এসে আমার টাই ধরে টেনে তোলে এবং প্রশ্নগুলোর পূনরাবৃতি করে ও আমাকে হুমকি দেয়।
21فأجبته اني ذهبت للدوار بدافع الاطلاع فقطআমি তাঁকে বললাম হ্যা কৌতূহল বশত: আমি সেখানে গিয়েছিলাম।
22بعد الانتهاء من التحقيق الذي دام 5 ساعات طلب مني احد المحققين أن انشد له النشيد الوطني!@নেজরাদ: পাঁচ ঘণ্টার জেরা শেষ হওয়ার পর একজন জেরাকারী আমাকে জাতীয় সঙ্গীত গাইতে বললেন। আমি তাঁকে বললাম “আমি এখন ক্লান্ত” - তিনি বললেন: “আমরা তো এখনও তোমাকে কিছুই করি নি।”
23فقلت أني مجهد الان! قال نحن لم نفعل بك شيئا حتى الآنনেজরাদকে এরপর কারা কক্ষে স্থানান্তর করা হয়, সেখানে তিনি অন্যদের সাথে তাঁর গ্রেফতারের ঘটনাটি শেয়ার করেন।
24ونُقل بعدها إلى زنزانة في السجن، حيث شارك قصة اعتقاله مع النزلاء الآخرين.প্রতিদানে তিনিও অন্য কয়েদীদের উপর কারারক্ষীদের চালানো বর্বরতা প্রতক্ষ্য করেন।
25وفي المقابل تعرف على الفظاعات التي تعرض لها السجناء الآخرين.নিম্নে তিনি তার কাহিনী তাঁর নিজের ভাষায় টুইট করেছেন।
26وهنا يحكي قصته:সকল টুইট আরবিতে।
27عندما أدخلوني الزنزانة، استقبلني بعض الشباب، وأجلسوني واحضروا لي الماء!@নেজরাদ : সেল এ প্রবেশ করার পর যুবারা আমাকে স্বাগত জানালো, তাঁরা আমাকে বসতে দিল, পানি পান করতে দিল।
28ثم تجمعوا حولي!তাঁরা আমাকে ঘিরে ধরল।
29وبعد أن التقطت أنفاسي، بدئوا يسألونني عن قصة اعتقاليআমি কিছুটা স্থির হলে তাঁরা আমার গ্রেফতারের কাহিনী শুনতে চাইল।
30في نفس اليوم، دخل إلى الزنزانة خمس معتقلين آخرين وبدا التعذيب واضحا على أجسادهم!@নেজরাদঃ একই দিনে, সেলে পাঁচ জন ডিটেনশনপ্রাপ্ত আসামী আসেন, তাঁদের শরীরে স্পস্টতই অত্যাচারের চিহ্ন ছিল।
31احدهم كانت رقبته مكسورة، والأخر ثوبه ملطخة بالدمএদের মধ্যে একজনের গলা ভাঙ্গা আর আরেকজনের কাপড়ে রক্ত ও মাটির দাগ ছিল।
32كل يوم كان هناك فوج جديد من المعتقلين حتى أمتلئ السجن عن بكرة أبيه حيث اكتظت الزنزانات بأكثر مما تستوعب حتى افترش بعض الموقوفين الأرض للنوم@নেজরাদ: কারা পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত প্রতিদিনই নতুন ডিটেনশনপ্রাপ্ত আসামীদের দলকে নিয়ে আসা হত। কারা কক্ষগুলো ধারণ ক্ষমতার বাইরে চলে গিয়েছিল।
33في احد الليالي تم إدخال 9 لاعبين لكرة السلة من منتخب البحرين على خلفية مشاركتهم في المسيرة الرياضية فأصبح سجن النعيم كأنه معسكر رياضيকারাবন্দীদের মেঝেতে ঘুমাতে হত। @নেজরাদঃ এক রাতে বাহরাইনের জাতীয় বাস্কেটবল দলের নয়জন খেলোয়ারকে নিয়ে আসা হয়।
34بعد مرور عدة أيام على بقائي بالسجن تم استدعائي مع 5 موقوفين آخرين وتم تعصيب اعيننا وعندما رفعوا العصابة عن عيني فاذا بكاميرا أماميএ খেলোয়াররা প্রতিবাদ সমর্থনে এথলেটদের আয়োজিত র‍্যালীতে অংশ নিয়েছিল। আল- নাইম কারাগার খেলার ক্যাম্পে পরিণত হয়েছিল।
35@নেজরাদ: আমার কারা বন্দিত্বের কিছুদিন পরে অন্য পাঁচ জন ডিটেনশন প্রাপ্তদের সাথে আমাকেও তলব করা হয়, আমাদের চোখ বাধা ছিল, চোখ খুললে আমরা আমাদের সামনে ক্যামেরা দেখতে পেলাম।
36كما وجدت امامي بعض الملثمين الذين أعطوني ورقة تتضمن إفادتي التي وقعت عليها أثناء التحقيق وطلبوا مني أن ألقيها أمام الكاميرا@ নেজরাদ: আমি মুখ ঢাকা কিছু মানুষ দেখেছি, তাঁরা আমার স্বাক্ষরিত কাগজ আমাকে দিল। জেরার সময় আমি ঐ কাগজে স্বাক্ষর করি।
37كانت تمر أيام قاسية للغاية في مركز النعيم خاصة عندما يمرض احد المعتقلين وكذلك كنا نتألم عندما نسمع صراخ وضرب المعتقلين الجدد من وراء الجدرانতাঁরা ক্যামেরার সামনে আমাকে ঐ কাগজ পড়তে বলে। @নেজরাদঃ আল-নাইম কেন্দ্রের দিনগুলো ছিল বেশ কঠিন, বিশেষত যখন আমাদের ডিটেনশন প্রাপ্ত একজন অসুস্থ হল।
38مما كان يفزعني دخول الملثمون في بعض الليالي في وقت متاخر حيث يأخذون بعض الموقوفين الجدد مرة أخرى لإعطائهم جرعات إضافية من الضربযখন একজন নতুন ডিটেনশন প্রাপ্ত কয়েদিকে দেওয়ালের অন্যপাশে পেটানো হচ্ছিল, আমরা তাঁর আর্ত চিৎকার শুনতে পাচ্ছিলাম। @ নেজরাদ: যে বিষয়টি আমাকে আতংকিত করে তুলত তা হল মুখ ঢাকা একজন লোক দেরিতে আসত।
39كانت لحظات الانتظار في السجن مضجرة وتبعث على السأم..নতুন ডিটেনশন প্রাপ্তদের আরেক দফা মারপিট করার জন্য সে সামনে এসে দাঁড়াত।
40وكثيرة هي الأمور التي تثير السخط في السجن حيث لا نستطيع أن نهنأ بالنوم@নেজরাদ: কারাগারে থাকার সময়গুলো বিরক্তিকর, অনেকগুলো বিষয় আমাদের বিরক্ত করত আর সে কারনে আমরা ঘুমাতে পারতাম না।
41ومما يبعث على الاشمئزاز في مركز النعيم الذهاب لقضاء الحاجة في الحمامات التي تزكم رائحتها الأنوف وقد تطوع بعض الموقوفين بتنظيفها دون جدوى@নেজরাদ: আল-নাইম কারাগারে বাথরুমে যাওয়া ছিল অন্যতম একটি বিরক্তি উদ্রেককারী বিষয়। ডিটেনশন প্রাপ্তদের মধ্যে কিছু স্বেচ্ছাসেবক বাথরুম পরিস্কারের উদ্যোগ নেয়, কিন্তু সে উদ্যোগ কোন কাজে আসে নি।
42في اليوم 17 من إقامتي في مركز النعيم، وفي منتصف الليل دخل علينا ضابط وقرأ اسمي وأسماء 15 معتقلا آخر، ثم تم نقلنا إلى سجن الحوض الجاف@নেজরাদ: নাইম কারাগারে আমার অবস্থানের ১৭ তম দিনে, মধ্যরাতে একজন কর্মকর্তা আসেন এবং অন্য ১৫ জন ডিটেনশন প্রাপ্তের সাথে আমার নাম ধরে ডাকেন, আমাদেরকে ড্রাই ডক কারাগারে স্থানান্তর করা হয়।
43عندما تم نقلنا إلى الحوض الجاف في منتصف الليل كنا مكبلين ومعصبين وهناك كان الاستقبال حافلا حيث تم ضربنا بالهوز على مؤخرة كما تم ركلنا وصفعنا@নেজরাদ: মধ্য রাতে আমাদের ড্রাই ডক কারাগারে স্থানান্তর করার পর আমাদের শৃঙ্খলিত করা হয়, চোখ বেঁধে ফেলা হয়। অভ্যর্থনা ছিল ‘উষ্ণ' কারন আমাদের পশ্চাৎ দেশে পেটানো হয়, লাথি ও থাপ্পড় মারা হয়।
44وقد صدمت في الحوض الجاف عندما شاهدت العديد من المعتقلين الجرحى الذين تركت جراح بعضهم عاهات مستديمة فهناك ممن فقدوا أعينهم أو تشوهت أجسادهم@নেজরাদ: ডিটেনিদের মধ্যে যারা আঘাত প্রাপ্ত হয়েছিলেন তাঁদের মধ্যে অনেকেই চীরতরে পঙ্গু হয়ে গেছেন- এটা দেখে আমি শংকিত হয়ে পড়ি। অনেকে তাঁদের চোখ হারিয়েছেন অনেকের অঙ্গহানি ঘটেছে।
45كان رئيس السجن يجمعنا خارج الزنزانات في الممر الضيق الطويل لنصطف ثم يقوم كل سجين بتعداد نفسه وبعدها نقوم بأداء نشيد السلام الوطني@নেজরাদঃ কারা প্রধান মাঝে মাঝেই আমাদের সেলের বাইরে সরু একটা করিডরে জমায়েত করতেন, লাইনে দাড় করাতেন, সকল কয়েদিকে নিজেই গুনতেন আর জাতীয় সঙ্গীত গাইতেন।
46وطبقاً لتقرير اللجنة البحرينية المستقلة لتقصي الحقائق [تقرير بسيوني] بطلب من منك البحرين حمد آل خليفة، فإن “السلطات استخدمت وسائل التعذيب ولقوة المفرطة ضد المعتقلين المقبوض عليهم أثناء الهجوم على المتظاهرين” في البحرين. يذكر التقرير أيضاً شهادات لتعذيب المعتقلين وانتهاكات منهجية.বাহরাইনের বাদশাহ হামাদ আল খলিফা কতৃক নিয়োগকৃত রাজকীয় কমিশনের তদন্ত প্রতিবেদন অনুযায়ী বাহরাইনে প্রতিবাদ বিক্ষোভ দমনে “গ্রেফতারকৃত ডিটেনিদের প্রতি কতৃপক্ষ নিপীড়ন ও আগ্রাসী বলপ্রয়োগ করেছে” - নিয়মতান্ত্রিক ভাবে ক্ষমতার অপব্যবহার ও কারাবন্দিদের নির্যাতনের বিষয়েও উক্ত প্রতিবেদনে বলা হয়েছে।
47هذا المقال جزء من تغطيتنا الخاصة بثورة البحرين2011আমাদের এ পোস্টটি বাহরাইন প্রতিবাদ ২০১১-সংক্রান্ত স্পেশাল কাভারেজের অংশ