Sentence alignment for gv-ara-20071114-284.xml (html) - gv-ben-20071117-412.xml (html)

#araben
1أفغانستان: انفجارات من العنفআফগানিস্তান: সংঘাতে পূর্ণ
2أكثر من 40 شخصاً, بينهم خمسة أفغان من واضعي القوانين وعدد من الأطفال, قتلو يوم الثلاثاء في واحد من أكبر الهجمات الانتحارية منذ سقوط الطالبان, قال [انكليزي] مسؤولين أفغان.গত মঙ্গলবারে (নভেম্বর ৬) আফগানিস্তানের ৫ জন সংসদ সদস্য ও শিশুসহ ৪০ জনের বেশী লোক মারা যায় এক আত্মঘাতী বোমা হামলায়, যা আফগানিস্তানের কর্মকতাদের মতে তালিবানের পতনের পর সবচেয়ে রক্তক্ষয়ী।
3عدد من المدونين يكتبون عن أسفهم ويتبادلون الآراء حول هذا الموضوع.বেশ কিছু ব্লগাররা এনিয়ে তাদের মন্তব্য ও সমবেদনা জানিয়েছে।
4المدون سنجار [فارسي] يقول يقول أن العديد من الناس من بينهم 5 أفغان من أعضاء البرلمان قتلو في هجوم انتحاري في مقاطعة باغلان الأفغانية يوم الثلاثاء, السادس من تشرين الثاني.সান্জার জানাচ্ছেন (ফার্সী ভাষায়) যে আফগানিস্তানের বাঘলান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় প্রভিন্সিয়াল হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী ৪০ জনের বেশী মৃত্যুবরন করেছে এবং ১৪৫ জন আহত হয়েছে।
5المدون يقول أنه وفقاً لاحصائيات من مشافي المحافظات فإن هناك أكثر من 40 قتيل و145 جريح.হোম ইন কাবুল বলেছে (ফার্সী ভাষায়) “আমাদের হৃদয় ভেঙ্গে গেছে।
6المدون HomeInKabul [انكليزي] يقول “جميعنا مكسورو الخاطر.আমাদের জাতির জন্য আবারও ক্ষতি।”
7خسارة جديدة لأمتنا”. المدون ديالوك3 [فارسي] يقول أنه يأسف بشدة لأن مصطفى كاظمي, الرئيس السابق للجنة الاقتصادية في البرلمان الأفغاني, قد قتل في هذا الهجوم.তিনি খুব আহত হয়েছেন জেনে যে আফগান পার্লামেন্টের অর্থনৈতিক কমিশনের প্রাক্তন প্রধান মোস্তাফা কাজেমী, এই আক্রমণে মারা গেছেন।
8المدون يقول أن أفغانستان قد خسرت أحد أذكى سياسييها.এই ব্লগার বলছেন যে আফগানিস্তান তার অন্যতম প্রাজ্ঞ রাজনীতিবিদকে হারাল।
9المدون يقول أنه كتب عشرات الصفحات ضد أفكار وأفعال كاظمي, لكنه يأسف حقيقة لتغييبه.কাজেমীর কর্যকলাপ এবং চিন্তাধারার বিরুদ্ধে তিনি ডজন ডজন পাতা লিখেছেন কিন্তু তার অনুপস্থিতি তার জন্যে সত্যি বেদনাদায়ক।
10مدونة AsiaHeart [فارسي] قالت أن مؤتمرات السلام في أفغانستان لم تكن مثمرة.এশিয়া হার্ট বলছেন (ফার্সী ভাষায়) যে আফগানিস্তানে শান্তি সম্মিলন ফলাফল আনতে ব্যর্থ হল।
11المدونة تقول أنه في فترة شهرين, من 9 آب وحتى 9 تشرين الأول, كان هناك 17 هجوم انتحاري, 5 تفجيرات و508 أشخاص فقدوا أرواحهم.এই ব্লগার জানাচ্ছেন যে অগাষ্ট ৯ থেকে অক্টোবর ৯ পর্যন্ত দুই মাসে ১৭ আত্মঘাতী আক্রমণ সংঘটিত হয়েছে, ৫টি বিস্ফোরণ হয়েছে এবং ৫০৮ আফগানী তাদের জীবন হারিয়েছে।
12الشائعات والعنف المدون Az Heart [فارسي] يقول أنه هناك شائعات في إيران أن عدد من الرجال الأفغان اعتدوا جنسياً (اغتصبوا) فتاة عمرها 18 عام.গুজব এবং সন্ত্রাস এ জেড হার্ট বলছেন (ফার্সী ভাষায়) যে ইরানে গুজব ছড়িয়েছে যে কতিপয় আফগানী পুরুষ একটি ১৮ বয়স্ক বালিকাকে ধর্ষণ করেছে।
13بحيب المدون, هناك فيلم فيديو بطول 90 ثانية يظهر الفتاة تترجى عدة رجال أن لا يعتصبوها!তিনি বলছেন যে প্রকাশিত একটি ৯০ সেকেন্ডের ভিডিওতে এই বালিকাটি কয়েকজন লোককে অনুরোধ করছে তাকে ধর্ষণ না করতে!
14المدون يقول أن المسؤولين الإيرانيين يرفضون الاشاعات أن الرجال في الفيلم هم أفغان, لكن عندما نشرت الصحف أنهم مهاجرون أفغان, العديد من الأفغان البريئين تعرضوا للضرب بالأيدي والسكاكين من قبل أشخاص غاضبين في أمكنة عامة.ইরানী কর্তৃপক্ষ এই গুজবকে বাতিল করে দেয় যে ভিডিওতে প্রদর্শিত ব্যাক্তিরা আফগানী ছিল। কিন্তু যখন সংবাদপত্র প্রতিবেদনে জানা গেল যে তারা আফগান অভিবাসী ছিল, ক্রুদ্ধ জনগণ কতিপয় নির্দোষ অফগানের উপর তাদের ঝাল ঝাড়ে তাদের প্রহৃত ও ছুরিকাঘাত করে।
15صحفي مفقود يقول المدون سنجار [انكليزي]:একজন নিরুদ্দেশ সাংবাদিক সান্জার বলছেন
16غوس زلماي, يعمل في وسائل الإعلام.ঘাউস জালমে একজন পেশাদারী সাংবাদিক।
17أنا أعرفه منذ مدة ليست بالقصيرة.আমি বেশ কিছুদিন ধরে তাকে চিনি।
18قد نشر ترجمة جديدة للقرآن.সে কোরানের একটি নতুন অনুবাদ প্রকাশনা করেছে।
19زلماي تعرض للاعتقال بعد اشتكاء من علماء الدين أن النسخة الجديدة غير اسلامية.জালমেকে গ্রেপ্তার করা হয়েছ ধর্মীয় চিন্তাবিদদের এই অনুযোগের ভিত্তিতে যে নতুন সংস্করণটি ছিল অনৈসলামিক।
20اعتقل على الحدود يوم الأحد بينما كان يحاول الفرار إلى باكستان.রবিবারে পাকিস্তানের দিকে পালানোর চেষ্টা করার সময় তাকে সীমান্তে গ্রেপ্তার করা হয়েছিল।
21تظاهر الناس في مقاطعتين ضد الترجمة الجديدة للقرآن إلى اللغة الدارية, اللغة الثانية الأكثر استعمالاً في أفغانستان.দারী, আফগানিস্তানের দ্বিতীয় সর্বাপেক্ষা কথ্য ভাষার কোরানের এই নতুন অনুবাদের বিরুদ্ধে দুই আফগান প্রদেশে প্রতিবাদ সমাবেশ হয়েছে।
22علماء الدين غاضبون بشدة على ترجمة زلماي الجديدة لكتاب المسلمين المقدس.ধর্মীয় চিন্তাবিদরা মুসলিম পবিত্র বইয়ের জালমে কর্তৃক এই নতুন সংস্করণে বেশ ক্ষুব্ধ। - হামিদ তেহরানী