Sentence alignment for gv-ara-20121218-27955.xml (html) - gv-ben-20121204-33420.xml (html)

#araben
1سوريا: إزهاق ٤٠,٠٠٠ نفس خلال عشرين شهراً২০ মাসের যুদ্ধে সিরিয়ায় মারা গেছে ৪০ হাজার মানুষ
2এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২ নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3هذا المقال جزء من تغطيتنا الخاصة ثورة سوريا 2011/12সিরিয়ায় গৃহযুদ্ধে মানুষের অসহায়তা বেড়েই চলছে।
4٤ ملايين شخص يتوقع أن يكونوا بحاجة للمساعدة بحلول العام الجديد، هذا هو العنوان الرئيسي بحسب تقرير الأمم المتحدة الصادر في ١١ نوفمبر/ تشرين الثاني ٢٠١٢ بخصوص الوضع في سوريا، بينهم ما يقرب مليوني طفل ومراهق يفتقرون إلى أبسط أساسيات الحياة ويعانون من صدمة نفسية سببها العنف والتشريد، كما يظهر التقرير الآتي:ধারণা করা হচ্ছে, ২০১৩ সালের শুরুতেই সেখানে প্রায় ৪ মিলিয়ন লোককে নানা ধরনের সহযোগিতা দেয়ার প্রয়োজন পড়বে। সিরিয়ার ওপরে করা জাতিসংঘের মানবাধিকার বুলেটিন ১১ নভেম্বর ২০১২ ইস্যুর [পিডিএফ] শিরোনামই ছিল এটা।
5أدى العنف في سوريا إلى تدهور الوضع الإنساني بسرعة شديدة، فهناك ما يقرب من ١.এই ৪ মিলিয়ন লোকের ২ মিলিয়নই শিশু, কিশোর-কিশোরী। এরা প্রাথমিক সেবাগুলো পাচ্ছে না।
6٢ مليون شخص مشرد بحلول فصل الشتاء وليس هناك أمل لنهاية الصراع في المستقبل القريب، بناء على النظرة التشاؤمية للأشخاص المحاصرين في الصراع بما فيهم لاجئون فلسطينيون وآخرون من جنسيات مختلفة.তাদের যুদ্ধের ধ্বংসযজ্ঞ এবং ভিটেমাটি থেকে উচ্ছেদ হওয়ার অভিজ্ঞতাও হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে:
7যুদ্ধের ধ্বংসযজ্ঞ মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটিয়েছে… প্রায় ১২ লক্ষ মানুষ বাস্তুহারা হয়ে দেশের অভ্যন্তরেই রয়েছে।
8جلب المساعدات الرئيسية للسكان تحت الحصار في سوريا.তারা বসবাস করছে কনকনে ঠান্ডা শীতের মধ্যে।
9المصدر: موقع اللجنة الدولية للصليب الأحمر.তারা জানে না কবে এ যুদ্ধ শেষ হবে।
10بينما قامت اللجنة الدولية للصليب الأحمر والهلال الأحمر العربي السوري بتوفير المياه لما يقارب المليون شخصا منذ بداية العام الجاري، فإن هناك حوالى ١١,٠٠٠ شخص يهربون من سوريا يوميا إلى الدول المجاورة مما أدى لتعقيد الوضع الإنساني في سوريا بشكل كبير.প্যালেস্টাইন এবং গ্রিমের উদ্বাস্তুদের মতো কবে এই যুদ্ধ শেষ হবে তা কেউ আগাম জানতেও পারছে না। সিরিয়ার মানুষদের জন্য প্রয়োজনীয় সাহায্য নিয়ে আসা হয়েছে।
11٤٠,٠٠٠ روح سورية أزهقتসূত্র: আইসিআরসি ওয়েবসাইট
12ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) এবং সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট (এসএআরসি) ২০১২ সালের শুরু থেকেই এক মিলিয়ন মানুষকে পানি সরবরাহ করে আসছে।
13মানবাধিকার পরিস্থিতি আরো জটিল হয়ে উঠায় প্রতিদিন ১১ হাজারের মতো মানুষ সিরিয়া থেকে পালিয়ে পাশ্ববর্তী দেশসমূহে চলে যাচ্ছে।
14মারা গেছে ৪০ হাজার সিরিয়ান
15গত ২২ নভেম্বর ২০১২ তারিখে সিরিয়ান অবজারবেটরি ফর হিউম্যান রাইটস-এর ওয়েবসাইটে আরো ভয়াবহ একটি খবর ওঠে আসে।
16المرصد السوري لحقوق الإنسان يعلن رقما صادما في موقعه على شبكة الإنترنت بتاريخ ٢٢/١١/٢٠١٢ متصدرا الأخبار الرئيسية فقد تخطى عدد الوفيات ٤٠,٠٠٠ وفقا للمرصد.আর সেটা হলো যুদ্ধে প্রাণহানির খবর। অবজারবেটরির তথ্য অনুসারে, সিরিয়ায় মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে।
17قتل أكثر من ٤٠,١٢٩ شخصا حتى الآن بخلاف آلاف المفقودين.৪০ হাজার ১২৯ এর বেশি মানুষ মারা গেছে।
18مأساة العنف الداخلي في سوريا وفقا لتقرير المرصد السوري لحقوق الإنسان تتلخص في الآتي:তবে যুদ্ধে যারা নিখোঁজ হয়েছে, তাদের হিসেব এতে যোগ করা হয়নি।
19“مقتل ٢٨،٠٢٦ من المدنيين، ١،٣٧٩ من المنشقين، ١٠،١٥٠ جنديا، بالإضافة إلى ٥٤٧ مجهولي الهوية خلال العشرين شهرا الماضية”.সিরিয়ান অবজারবেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যুদ্ধ সারা দেশে ছড়িয়ে পড়েছে। নিহতদের তালিকা এরকম:
20নিহত সাধারণ মানুষের সংখ্যা প্রায় ২৮০২৬ জন, দলত্যাগী ১৩৭৯ জন, সেনাসদস্য ১০১৫০ জন, অজ্ঞাতনাম ৫৭৪ জন।
21এরা গত ২০ মাসের যুদ্ধে মারা গেছেন।
22الإعلام الشعبي في سوريا.সিরিয়ার সামাজিত মিডিয়া।
23المصدر: مدونة رامي الهامسসূত্র: রামি আলহামেস ব্লগ
24و تزعم معظم منظمات حقوق الإنسان بأن النظام السوري و قواته يتحملون مسؤولية كبيرة فيما يتعلق بمعدل الوفيات المرتفع، قامت الشبكة السورية لحقوق الإنسان بتوثيق ثلاث قضايا كشفت فيها عن أدلة دقيقة تتعلق بمقتل و تعذيب الناشطين بواسطة المخابرات السورية.বেশিরভাগ মানবাধিকার সংস্থা দাবি করেছে, এই পরিমাণ হত্যাযজ্ঞের জন্য সিরিয়ার শাসকগোষ্ঠী ও সেনাবাহিনী দায়ী। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস তিনটি কেইস উপস্থাপন করেছে।
25بعد ظهور الناشطين على شاشة التلفزيون السوري و إعتراهم المزعوم سلمت السلطات السورية جثثهم إلى ذويهم، حيث ظهر عليها علامات التعذيب الوحشي الذي تعرضو له.এর মধ্যে প্রতিবাদকারীদের ওপর সিরিয়ান গোয়েন্দা বাহিনী কর্তৃক হত্যা ও নির্যাতনের প্রমাণও রয়েছে।
26তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেলে এবং স্বীকারোক্তিমূলক বিবৃতি দেয়ার পরে সরকার তাদের মৃতদেহ নিজ নিজ পরিবার এবং আত্মীয় স্বজনের কাছে ফেরত দেয়।
27جرائم الحرب في سورياসে সময়ে তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল।
28في ٣/ مايو حزيران ٢٠١٢ أصدرت منظمة مراقبة حقوق الإنسان تقريرا بعنوان ”لقد أحرقو قلبي“ يوثق جرائم الحرب في مقاطعة إدلب خلال زيارة مبعوث الأمم المتحدة كوفي عنان لخطة مفاوضات السلام:সিরিয়ার যুদ্ধাপরাধ ৩ মে ২০১২ তারিখে হিউম্যান রাইটস ওয়াচ “তারা আমার হৃদয় পুড়ে দিয়েছে” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
29أغارت الدبابات و طائرات الهليكوبتر على قرى مقاطعة إدلب واحدة تلو الأخرى بينما كان الدبلماسيون يتجادلون حول تفاصيل خطة السلام، أينما ذهبنا رأينا منازل و محال و سيارات مدمرة و محترقة، سمعنا قصص من فقدو أقربائهم، ظهر لنا كأنما لو أن قوات الحكومة السورية حاولت إستغلال كل دقيقة ممكنة لإلحاق الضرر قبل إعلان وقف إطلاق النار.এটি প্রকাশ করা হয় যখন শান্তি আলোচনার জন্য জাতিসংঘের দূত হয়ে কফি আনান আইডিলিব প্রদেশে আসেন: শান্তি আলোচনা নিয়ে কুটনৈতিকরা যখন যুক্তি-তর্ক করছেন, তখন সিরিয়ার ট্যাংক, হেলিকপ্টার আইডিলিবের একটার পর একটা শহর ধ্বংস করে দিচ্ছে।
30بثت منظمة حقوق الإنسان هذا الڤيديو على موقع اليوتيوب و يظهر فيه الدلائل على ما حدث في إدلب:যেখানেই যাই না কেন, আমরা দেখতে পাবো আগুন জ্বলছে, বাড়িঘর, দোকানপাট, গাড়ি ধ্বংস হয়ে গেছে।
31الرئيس الاسد يرحب بالموت في سوريا. المصدر: مدونة الجرعة اليومية.আর স্বজন হারানো মানুষের আহাজারি শোনা যাচ্ছে।
32هل ستنتصر الثورة السورية؟ طرح هذا السؤال من قِبل الثورة الاشتراكية وتأتي الإجابة عليه:যুদ্ধবিরতির আগে সিরিয়ার সরকার প্রতিটি মিনিট ব্যবহার করছে।
33سوف يحدث هذا فقط في حال تمكن العمال والشباب من الإطاحة بالأسد بأنفسهم، التدخل الاستعماري لحلف الناتو وروسيا في الشرق الأوسط كان سببا في إراقة الكثير من الدماء والمآسي على مر الزمان.আইডিলিবে যা ঘটেছে তার প্রমাণ হিসেবে হিউম্যান রাইটস ওয়াচ ইউটিউবে এই ভিডিওটি শেয়ার করেছে: প্রেসিডেন্ট আসাদ সিরিয়ায় মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছেন।
34في هذه الأثناء، كتب عمار عبد الحميد في مدونته على ملخص الثورة السورية:সূত্র: দ্য ডেইলি ডোজ। সিরিয়ার বিপ্লব কী জয়ী হতে পারবে?
35كيفما كانت القضية فإن الوضع مرزي جدا بوجود معدلات الوفيات التي تصل حاليا إلى ٤٠،٠٠٠ و ما يقرب من ٥٠،٠٠٠ شخص مفقود، بالإضافة إلى الدمار الذي لحق بكل البنى التحتية.এই প্রশ্নটা তুলেছেন সোশ্যালিস্ট রেভিউলেশন, তিনি উত্তরও দিয়েছেন: এটি তখনি হবে যখন শ্রমিক এবং তরুণরা আসাদ সরকারকে ছুঁড়ে ফেলবে।
36তাছাড়া ন্যাটোর হস্তক্ষেপ এবং রাশিয়ান সাম্রাজবাদ মধ্যপ্রাচ্যের মানুষদের জন্য শুধুমাত্র দশকব্যাপী রক্তপাত-ই নিয়ে আসবে।
37هذا المقال جزء من تغطيتنا الخاصة ثورة سوريا 2011/12ইতোমধ্যে আম্মার আবদুলহামিদ তার সিরিয়ান রেভিউলেশন ডাইজেস্ট ব্লগে লিখেছেন:
38ঘটনা যাই হোক না কেন, ৪০ হাজার নিহত আর ৫০ হাজার নিখোঁজ মানুষ মিলে, সারাদেশের অবকাঠামো ধ্বংস করার মাধ্যমে এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।