# | ara | ben |
---|
1 | قصة الثورة السورية : مشروع حكاية ما انحكت | ‘সিরিয়া আনটোল্ড’: সিরীয় বিপ্লবের গল্প বলা |
2 | مع مرور أكثر من سنتين على الثورة السورية، واستمرار المعركة على الأرض، برزت سوريا جديدة، واضحة ومبدعة، بعد عقود من الانعزال والصمت. ومن الإضرابات إلى الاعتصامات، ومن الأغاني المبدعة واللاقتات إلى المظاهرات اللانهائية، تستمر المقاومة اليومية ضد الطغيان، المقاومة التي لا يغطيها الإعلام كما يجب. | সিরীয় গণজাগরণের দু বছরের বেশ সময় অতিক্রান্ত হওয়ার পরেও যখন সেখানে লড়াই চলছে , সেখানে দশক পর দশক ধরে বিচ্ছিন্ন এবং নিরবতার পর নতুন এক আত্ম প্রকাশ ক্রা এবং সৃষ্টিশীল সিরিয়ার উত্থান ঘটেছে, হরতাল থেকে অবস্থান ধর্মঘট, সৃষ্টিশীল গান ও ব্যানার থেকে নাগরিকদের অজস্র বিক্ষোভ, দেশটির একনায়কের বিরুদ্ধে প্রতিদিনের প্রতিরোধ, বিশেষ করে সে সব সংবাদ যা মূল ধারার প্রচার মাধ্যমে উঠে আসে না, সেই সব সংবাদ তুলে ধরার মাধ্যমে। |
3 | لعدة شهور عملت مع مجموعة من الصحفيين السوريين، والكتاب والمبرمجين والمصممين، داخل سوريا وخارجها، في مشروع إعلامي رقمي يركز على سرد حكايات الثورة السورية. | গত কয়েক মাস ধরে আমি এক ডিজিটাল মিডিয়া প্রজেক্টে, সিরিয়ার একদল সাংবাদিক, লেখক, প্রোগ্রামার এবং ডিজাইনারদের সাথে কাজ করছি, যারা সিরিয়া এবং বিদেশে বাস করে, যারা সিরীয় বিপ্লবের কাহিনী তুলে ধারার বিষয়ে মনোযোগ প্রদান করে। |
4 | نحن الآن على استعداد لإطلاق مشروع “سوريا، حكاية ما نحكت”. | সিরিয়া আনটোল্ড-এর উদ্বোধনের জন্য আমরা প্রস্তুত, ১৪ মে হচ্ছে আমাদের বিশেষ সেই দিন। |
5 | يدمج مشروعنا تجميع المحتوى من الإعلام الاجتماعي والمعلومات التي يشاركها ويجمعها النشطاء على الأرض بمحتوى يصنعه فريقنا، بنسختين إنجليزية وعربية. | আমাদের প্রজেক্ট হচ্ছে কন্টেন বা লেখনী যা কিনা সোশ্যাল মিডিয়া এবং সংগৃহীত তথ্য ও মাঠ পর্যায়ের একটিভিস্টদের মৌলিক লেখার সাথে মিশিয়ে আমাদের দলের তৈরী করা লেখা। |
6 | سنركز على حكي الثورة عبر الحملات على الأرض، والعصيان المدني، والفن والإبداع، على حكي الأصوات التي لا تأخذ حظها من التغطية في الإعلام الرسمي. | সিরিয়া আনটোল্ড-এর দুটি সংস্করণ রয়েছে, ইংরেজী এবং আরবি। আমরা মাঠ পর্যায়ের আন্দোলন, নাগরিক অবাধ্যতা, শিল্প এবং সৃষ্টিশীল কাজের মাধ্যমে গণজাগরণের কাহিনীর প্রতি মনোযোগ প্রদান করব, এই সমস্ত কণ্ঠস্বরের কাহিনী, যা কিনা সাধারণত মূল ধারার প্রচার মাধ্যমে প্রকাশ হয় না। |
7 | حكاية المقاومة اليومية المستمرة رغم العسكرة المتزايدة على الأرض ورغم محاولات النظام إسكات كل شكل من أشكال التعبير. | সিরিয়ায় ক্রমে সামরিক অভিযান বৃদ্ধি এবং নাগরিকদের সকল প্রকার মত প্রকাশকে দমন করার শাসকদের প্রচেষ্টার প্রেক্ষাপটেও প্রতিদিন প্রতিরোধের কাহিনী জন্ম নিচ্ছে। |
8 | نريد أن نبرز هذه الأصوات ومساعدة الآخرين على فهم سياقهم. | আমরা এই সমস্ত কণ্ঠস্বরকে তুলে ধরতে এবং এই প্রেক্ষাপটকে বোঝার ক্ষেত্রে অন্যদের সাহায্য করতে চাই। |
9 | ستكون هناك شراكة بين الأصوات العالمية وبين مشروع سوريا، حكاية ما نحكت. | সিরিয়ার আনটোল্ড-এর সাথে গ্লোবাল ভয়েসেস অনলাইন কাজ করবে। |
10 | سيحرر محررو الأصوات العالمية مقالات المشروع وسيترجمها مترجمو الأصوات العالمية المتطوعين، وذلك في إطار اهتمام الأصوات العالمية بإبراز أصوات المواطنين والحركات على الأرض. | নাগরিক কন্ঠ ও মাঠ পর্যায়ের উদ্যোগের প্রতি গ্লোবাল ভয়েসেস-এর আগ্রহের কারণে সিরিয়া আনটোল্ড-এ প্রকাশিত হওয়া পোস্টগুলো গ্লোবাল ভয়েসেস-এর সম্পাদকরা সম্পাদনা করবে এবং স্বেচ্ছাসেবকেরা তা অনুবাদ করবে। |
11 | سنحتاج إلى كل الجهود لجعل ذلك ممكنا، ولذا تابعونا على وسم syriauntold# | এই বিষয়টিকে সফল করার জন্য আমাদের সকলের সাহায্য প্রয়োজন, তাই #সিরিয়াআনটোল্ড-এর সাথে থাকুন! |
12 | http://www.syriauntold.com | http://www.syriauntold.com/ |
13 | عن مشروع سوريا، حكاية ما انحكت: | সিরিয়া আনটোল্ড সম্বন্ধে: |
14 | | সিরিয়া আনটোল্ড হচ্ছে একটি স্বাধীন মিডিয়া প্রজেক্ট যা সিরিয়ার এই চলমান সংঘর্ষ এবং প্রতিরোধের বিভিন্ন কাহিনী অনুসন্ধান করছে । |
15 | موقع الكتروني سوري يعمل على توثيق الإبداع اليومي للنشاط المدني والتاريخ النضالي للشعب السوري بيومياته وشعاراته ونزقه وغوغائيته و شعبيته ولحظاته الساخنة، عبر تسليط الضوء على الحملات والتظاهرات ونشاطات المبدعين. | আমরা, সিরিয়ার একদল লেখক, সাংবাদিক, প্রোগ্রামার এবং ডিজাইনার, যারা সিরিয়া ও সিরিয়ার বাইরে বাস করি, তারা সিরীয় বিপ্লবের কাহিনী তুলে ধরার চেষ্টা করছি, যা কিনা সিরিয়ার বিভিন্ন পুরুষ ও নারী প্রতিদিন লিখে যাচ্ছে। |
16 | | এক দশকের নিপীড়ন এবং স্থবির হয়ে থাকার পর মাঠ পর্যায়ের লড়াই-এ নাগরিক সৃষ্টিশীলতায় নিজস্ব ব্যবস্থাপনা এবং স্বয়ং শাসন ও বিরামহীন ভাবে প্রচারণা চালিয়ে যাওয়ার মাধ্যমে নতুন এক সিরিয়ার আত্মপ্রকাশ ঘটেছে। |
17 | ليكون وثيقة وتاريخ وذاكرة للحراك السوري من جهة، ولكي يجد القارئ أو الباحث أو الصحفي ضمن روابط الموقع ما قد يحتاجه من مواد متعلقة بالحراك السوري دون تدخل مباشر منا، إضافة إلى محاولته بأن يقدم حكايا من الشارع السوري، تلك الحكايا التي لا تتلفز ولا تتناقلها وسائل الإعلام لأنها لا تخدم مصالحها وأخبارها العاجلة. | যেখানে মূল ধারার প্রচার মাধ্যমগুলো ক্রমশ অঞ্চলগত পরিপ্রেক্ষিত এবং সামরিক দিক থেকে ঘটনাবলী বিশ্লেষণ করছে, আর সিরিয়ার অভ্যন্তরীণ উন্নয়ন গতিশীলতার প্রতি কম মনোযোগ প্রদান করছে, সেখানে আমরা বিশ্বাস করি যে সিরিয়ার এই সংঘর্ষের অনেক দিক এখনো অনাবিষ্কৃত, অনেক কাহিনী যা উপেক্ষা করার মত বিষয় নয়, তা ভুলে যাওয়া হয়েছে। প্রতিদিনের প্রতিরোধ এবং সৃষ্টিশীলতার কাহিনীতে স্বাগতম, সিরিয়ার আনটোল্ড-এ স্বাগতম। |