Sentence alignment for gv-ara-20121203-27309.xml (html) - gv-ben-20121117-32967.xml (html)

#araben
1القنابل تتساقط كالمطر في غزة“গাজায় বৃষ্টির মত বোমা পড়ছে”
2بقي سكان غزة مستيقظين طوال الليل بينما استمرت إسرائيل في قصف القطاع الفلسطيني.গাজাবাসীরা এক বিনিদ্র রাত কাটিয়েছেন যখন ইজরায়েল ফিলিস্তিনি অংশে ক্রমাগত বোমা ফেলে গেছে।
3اشتعل الوضع عندما تبادلت إسرائيل وقطاع غزة إطلاق النار بعد أن قتلت إسرائيل قائد حماس أحمد الجعبري خلال غارة جوية على غزة يوم أمس.গতকাল (১৪ই নভেম্বর) এক বিমান হামলায় হামাস সামরিক নেতা আহমেদ আল জুবেরীর মৃত্যুর পর ইজরায়েল এবং গাজার মধ্যে বন্দুকের গুলি বিনিময় শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে - যার জের এখনও চলছে।
4وفقا للتقارير الصحافة، فقد تركت الموجة القتال الحالية تصل إلى 13 من سكان غزة وثلاثة إسرائيليين.পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চলমান এই সংঘর্ষে এ পর্যন্ত ১৩ জন গাজাবাসী এবং তিনজন ইজরায়েলী মৃত্যুবরণ করেছে।
5على تويتر، إباء رزق يكسر الحاجز على الجانب الفلسطيني:টুইটারে এবা রেজাক ফিলিস্তিনি শহীদদের কথা বলছেন:
6@Gazanism: الحصيلة حتى الآن| 15 شهيد (منهم 3 أطفال, سيدة حامل بتوأم, وعجوزين) + 140 إصابة. #غزة@Gazanism (গাজানিজম): মৃতের সংখ্যা এ পর্যন্ত - ১৫ জন শহীদ (যার মধ্যে তিনজন শিশু, একজন পোয়াতী নারী এবং দুজন বৃদ্ধমানুষ), আর আগতের সংখ্যা ১৪০ এর অধিক #গাজা
7شارك خالد شوه بصورة لمنزل جيرانه وهو يحترق بعد قذفه: @KhaledShawaখালেদ শাওয়া তার পড়শীর বাড়ির ছবি প্রকাশ করেছেন যা ইজরায়েল কর্তৃক বোমা ফেলার পর জ্বলছে।
8وائل عوده يصف قوة القصف من حوله:ছবি @KhaledShawa(খালেদ শাওয়া) এর সৌজন্যে। ওয়ায়েল উদা তার চারপাশে বোমার তীব্রতার কথা বলছেন:
9الطائرات كانها “تمشي” في غرفة المعيشة…..@WillOuda (উইলউদা): ড্রোন বোমাগুলো যেন বসার ঘরে হেঁটে হেঁটে ঢুকছে..
10صوت عالي ومزعج فوق رأسي.এতই বিকট শব্দ মাথার উপরে।
11في تغريدة أخرى، يشارك بعدد البشر الذي حدث في أخر الهجمات:#গাজা আরেকটি টুইটে তিনি চলমান সহিংসতার মানবিক মূল্যের কথা বলছেন:
12حصيلة القتل: 14-15 قتلى وأكثر من 120 مصابين@WillOuda(উইলউদা): মৃতের সংখ্যা: ১৪-১৫ এবং আহতের সংখ্যা ১২০ এর ও বেশী #গাজা।
13غزة تحت الهجوم. الصورة من حساب تويتر @journeytogazaগাজা আক্রান্ত, ছবি টুইটার থেকে @journeytogaza (জার্নি টু গাজা) এর সৌজন্যে।
14يصيح مجد أبو سلامة:এবং মাজেদ আবুসালামা জানাচ্ছেন:
15القنابل تتساقط مثل المطر الآن في جنوب غزة@MajedAbusalama: উত্তর গাজায় বোমা পড়ছে যেন বৃষ্টির মত #গাজাআক্রান্ত
16وفي نفس الوقت، أبو عمر يشارك فيديو على موقع يوتيوب بعنوان، أطفال غزة يلعبون كرة القدم على الرغم من القصف:অন্যদিকে আবু ওমর একটি অদ্ভুৎ ভিডিও তুলে দরেছেন যেখানে দেখা যাচ্ছে যে গাজার কিছু শিশু বোমাবর্ষণের মধ্যে ফুটবল খেলছে:
17الفيديو يظهر الأطفال يلعبون - كما تواصل الانفجارات في الخلفية.এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের খেলার সময় পেছনের দিকে বিষ্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
18تعلق علا عنانওলা আনান বলছেন:
19و مع ذلك مجموعة من الأطفال يلعبون كرة القدم في الشارع!@olanan (ওলা আনান): #গাজাআক্রান্ত অথচ কতিপয় শিশু রাস্তায় ফুটবল খেলেই যাচ্ছে!
20نحن نعلم الحياة، يا عالم!বিশ্ব দেখ এই আমাদের জীবন!
21ويضيف ماجد أبو سلامة:এবং মাজেদ আবুসালামা যোগ করছেন:
22@MajedAbusalama: المعنويات عالية في #غزة, فليحطموا كل شي, يقتلوا أطفالنا ولكن لن يقتلوا ارادنا وأجلامنا, والى التحرير انشا الله@MajedAbusalama (মাজেদ আবুসালামা): গাজায় আমাদের মনোবল চাঙ্গা রয়েছে। তাদের সবকিছু ধ্বংস করতে দাও, আমাদের সন্তানদের হত্যা করতে দাও, কিন্তু তারা কখনই আমাদের ইচ্ছাশক্তি বা স্বপ্নকে হত্যা করতে পারবে না।
23طابور خاج مخبز للحصول على الخبز في غزة.খোদার ইচ্ছায় আমরা স্বাধীন হবই! মানুষ একটি বেকারীর বাইরে ভীড় করছে।
24الصورة من حساب تويتر @sarahusseinছবি টুইটার থেকে @sarahussein (সারা হুসেইন) এর সৌজন্যে।
25في نفس الوقت ، الصحفية سارة حسين، التي عبرت إلى غزة، تشارك بصورة للناس يصطفون خارج مخبز.ইতিমধ্যে সাংবাদিক সারা হুসেন, যিনি গাজায় প্রবেশ করতে পেরেছেন, একটি ছবি শেয়ার করেছেন। তিনি টুইট করেছেন:
26الناس يخشون نقص المواد الغذائية ماذا بعد ذلك؟@sarahussein (সারা হুসেন): yfrog.com/nws02mjj #গাজায় বেকারীর বাইরে লাইন।
27يتساءل “رحلة إلى غزة” إذا كان سيحدث غزو بري:মানুষ খাদ্য সংকটের আশংকা করছে #ইজরায়েল #ফিলিস্তিনি এখন কি?
28هل يوجد اخبار عن #Israeli قرار مجلس الوزراء إذا سوف يكون هناك غزو بري في #Gaza?জার্নি টু গাজা ভাবছে যদি ইজরায়েল কর্তৃক একটি আক্রমন হয়: @journeytogaza (জার্নি টু গাজা): ইজরায়েলী ক্যাবিনেট কর্তৃক গাজায় সামরিক অভিযানের কোন খবর হয়েছে কি?
29وسوم تويتر:টুইটার হ্যাশট্যাগ:
30للمزيد من المحادثات على تويتر، تابعوا الوسوم: #PrayForGaza #GazaUnderAttack و #Gaza.টুইটারের নিম্নলিখিত হ্যাশট্যাগ গুলি দেখতে পারেন আরও তথ্যের জন্যে: #PrayForGaza (#গাজারজন্যেপ্রার্থনা), #GazaUnderAttack (#গাজাআক্রান্ত) and #Gaza (#গাজা).
31لمزيد من القراءة:আরও পড়ার জন্যে:
32موندوويس:مصدران جديدان: الجدول الزمني للتصعيد الإسرائيلي في تاريخ غزة وإسرائيل لوقف إطلاق النارমন্ডোওয়াইস: দুইটি নতুন তথ্যভান্ডার: গাজায় ইজরায়েলী হামলার সময়সূচী এবং অস্ত্রবিরতি ভাঙ্গায় ইজরায়েলের রেকর্ড।
33صحيفة الجارديان: نشطاء غزة وإسرائيل في تبادل القتال - تحديثات حيةদা গার্জিয়ান: ইজরায়েল এবং গাজা সন্ত্রাসীদের মারনঘাতী সংঘর্ষ - সাম্প্রতিক খবর