Sentence alignment for gv-ara-20140312-33136.xml (html) - gv-ben-20140314-42241.xml (html)

#araben
1صور: رسالة إلى العالم من ملتقى المدونين العربআলোকচিত্র: #এবি১৪ থেকে বিশ্বকে একটি বার্তা
2الصور المنشورة هنا من تصوير عامر سويدان في ملتقى المدونين العرب في عمان، الأردن، حيث يتحدث عامر عن تفاصيل المشروع.এখানে দেখতে পাওয়া আলোকচিত্রগুলো জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত আরব ব্লগারদের সভা ২০১৪ থেকে আমের সুইডেন তুলেছেন। নীচে আমের প্রকল্পের সহযোগিতার প্রক্রিয়াটি বর্ণনা করেছেন।
3قام بضع فنانين من المدونين في الملتقى العربي بجلسة عصف ذهني من أجل التوصل لمشروع فنيّ تعاونيّ يُقدّم في اليوم الأخير من الاجتماع، عندما لمعت للذهن فكرة سلسلة من الصور.আরব ব্লগারদের সভায় কয়েকজন শিল্পী একটি ছোট মাথা খাটানো সেশনের আয়োজন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল, সভার শেষ দিনে একটি শিল্প সহযোগীতা প্রকল্প উপস্থাপন করা।
4তখনই আলোকচিত্র সিরিজের ধারণা আলোর মুখ দেখে।
5المساواة والعدالة“সমতা এবং ন্যায়বিচার”
6كانت فكرة هذا المشروع لرفع أصواتنا معًا والتعبير عن رسائل مختلفة للتغيير وإظهار أننا مجتمع واحد على الرغم من خلافاتنا.এই প্রকল্পের ধারণা ছিল, পরিবর্তনের জন্য বিভিন্ন বার্তা প্রকাশ, আমাদের কণ্ঠের সম্মিলন করা এবং আমাদের পার্থক্য থাকা সত্ত্বেও আমরা যে একই সম্প্রদায় তা দেখানো।
7الثورة شخصية“বিপ্লব হয় ব্যক্তিগত ভাবে”
8طلبت من المشاركين كتابة عبارة واحدة تعكس كفاحه أو آماله كصحفي، مدون أو ناشط.আমি প্রতিটি অংশগ্রহণকারীকে একটি বিবৃতিতে লিখতে আহ্বান জানই, যেটিতে সাংবাদিক, ব্লগার বা কর্মী হিসেবে তাদের সংগ্রাম বা আশাকে প্রতিফলিত করবে।
9في وقت لاحق، كتبها أحمد عسيري في خط عربي منمق.পরবর্তীতে, আহমেদ আসেরি ক্যালিওগ্রাফিক পদ্ধতিতে এগুলো লিখেছেন।
10نحن من يتحدى الحكومة وليس العكس.“কেবলমাত্র আমারাই সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিই, আর কেউ নয় “
11كان التحدي الأكبر خلال التقاط الصور هو نشر فكرة هذا الموضوع وانعكاسه على وجوههم من أجل خلق صور قوية ومعبرة.আলোকচিত্রের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, বিষয়টির ভাবনার সঠিক প্রকাশ এবং এটি শক্তিশালী ও ভাবপূর্ণ পোর্ট্রেট তৈরির জন্য তাদের মুখের উপর প্রতিফলিত করা।
12طلبت من كل مشارك بحمل رسالته، والتوقف للحظة، والتفكير في الأمر.আমি প্রতিটি অংশগ্রহণকারীকে তাদের বিবৃতিটি ধরে রাখতে, এক মুহূর্ত সময় নিতে এবং সেই ব্যাপারে চিন্তা করতে বলেছি।
13بهذه الطريقة، فإن الرسائل والأفكار ستعبر عن نفسها وتساعد على تمرير رسالة المشاركين. توقفوا عن استهداف وقتل الصحفيينএই ভাবে, বার্তা ও চিন্তাধারাটি তাঁদের নিজেদের বহিঃপ্রকাশে স্পষ্ট হয়েছে এবং অংশগ্রহণকারীদের বার্তা ছড়িয়ে দিতে সহায়তা করেছে।
14مع الأخذ في الاعتبار الوقت القصير لاستكمال المشروع، ونقص المعدات وعدم وجود مساحة كافية، فأنا راض عن النتائج.“সাংবাদিকদের হত্যা এবং আক্রমণ থেকে বিরত থাকুন” স্বল্প সময় বিবেচনায় রেখে আমাকে প্রকল্পটি শেষ করতে হয়েছে।
15أنا ممتن لفريق العمل من المشاركين، ومساعدة “حبر” خلال التصوير، ومساعدة أحمد أسري للخط العربي، وحماس المشاركين.সরঞ্জাম এবং স্থানের অভাব সত্ত্বেও এর ফলাফলে আমি সন্তুষ্ট। অংশগ্রহণকারীদের দলবদ্ধভাবে কাজ করার জন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।
16এছাড়াও আলোকচিত্রের সময় 7iber এর সাহায্য, ক্যালিওগ্রফির সময় আহমেদ আসেরির সাহায়তা এবং অংশগ্রহণকারীদের উত্তেজনার জন্যও তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই।
17قم بزيارة موقع عامر لرؤية السلسلة كاملة.পুরো সিরিজটি দেখতে আমের এর ওয়েবসাইটটি দেখুন।
18حقوق الصور محفوظ،.এই ছবিগুলোর সব কপিরাইটের অধীনে প্রকাশিত।
19و استخدمت هنا هنا بإذن عامر.আমের এর অনুমতি নিয়ে এখানে আমারা সেগুলো পুনরায় ব্যবহার করেছি।