Sentence alignment for gv-ara-20111121-15647.xml (html) - gv-ben-20111122-21423.xml (html)

#araben
1مصر: استمرار معركة التحرير لليوم الثالث على التواليমিশরঃ তাহরির-এর সংঘর্ষ তৃতীয় দিনে পা দিল
2هذا المقال جزء من تغطيتنا الخاصة بالثورة المصرية 2011.এই প্রবন্ধটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ
3تستمر معركة التحرير اليوم لليوم الثالث على التوالي.তাহরিরের সংঘর্ষ আজ তীব্র আকার ধারণ করে তৃতীয় দিনে পা রাখল।
4কায়রোর কেন্দ্রস্থলে অবস্থিত তাহরির স্কোয়ার যা কিনা বিপ্লবের প্রাণকেন্দ্র, সেখানে যে সমস্ত বিক্ষোভকারী ঘাঁটি গেড়ে বসেছিল, তারা এই স্কোয়ারের পুনরায় দখল নিতে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বিপ্লবের সময় তাদের যে যে দাবী ছিল, তা অর্জনের জন্য তারা ক্রমাগত বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে।
5قام المتظاهرون المعتصمون في ميدان التحرير، مركز الحدث في الثورة المصرية بوسط القاهرة، بالاشتباك مع قوات الشرطة في محاولة لاستعادة الميدان، مع الاستمرار في التظاهر للضغط لتحقيق أهداف ومطالب الثورة.বিক্ষোভকারীদের প্রধান দাবী ছিল সর্বোচ্চ সামরিক পরিষদের বদলে এক বেসরকারি তত্ত্বাবধাযক সরকারের, সামরিক বাহিনী, ফেব্রুয়ারি মাসে দেশটির রাষ্ট্রপতি হোসনি মুবারকের অপসারণের পর নিজেরাই দেশটির অস্থায়ী শাসককে পরিণত হয়।
6من بين المطالب الرئيسية الدعوة إلى حكومة مدنية، تحل محل المجلس الأعلى للقوات المسلحة، المؤسسة العسكرية التي نصبت نفسها حاكماً لمصر بعد سقوط الرئيس السابق حسني مبارك في فبراير/ شباط الماضي.বিভিন্ন সংবাদে জানা যাচ্ছে, গত তিন দিনের সংঘর্ষে অন্তত ২০ জন নাগরিক নিহত হয়েছে। এই অস্থিরতা এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা কায়রোর বাইরেও বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে।
7تشير التقارير إلى وصول عدد القتلى إلى 20 شهيد في الأيام الثلاثة الماضية.এই সমস্ত প্রদেশেও নাগরিকরা তাদের দাবী তুলে ধরেছে, যা মূলত তাহরিরে দাবির প্রতিধ্বনি।
8كما انتقلت المعركة وحالة عدم الاستقرار إلى خارج القاهرة في مختلف المحافظات، حيث يرفع الشعب مطالبهم، التي تحاكي تلك المرفوعة في التحرير.এই চলতে থাকা সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছেন। আর বলা হচ্ছে যে এই হামলার বিশেষ লক্ষ্যবস্তু হচ্ছে বিশেষ করে একটিভিস্টরা।
9كما تمت إصابة مئات الأشخاص، والنشطاء تحديداً، يقال أنهم مستهدفون، وسط مخاوف حول تعطيل الانتخابات التشريعية التي تبدأ في 28 من نوفمبر/ تشرين الثاني في حال استمرار المصادمات.এখন শঙ্কা দেখা দিয়েছে, যদি এই ভাবে সংঘর্ষ চলতে থাকে তাহলে ২৮ নভেম্বরের অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনের কাজে বিঘ্ন ঘটতে পারে। বিপ্লবের সমর্থকরা এক উত্তেজনার মেজাজে রয়েছেন।
10يسود التوتر بين مساندي الثورة.সাংবাদিক এবং একটিভিস্ট নোরা ইউনুস এই মাত্র টুইট করেছে:
11قامت نورا يونس الصحفية والناشطة بإرسال تلك الرسائل على تويتر:@নোরাইউনুস: আমার বাচ্চাকে তার নার্সারী স্কুলে রেখে এলাম।
12تركت أبني في الحضانة. ومتوجهة إلى التحرير.#তাহরির স্কোয়ারের দিকে এগিয়ে যাচ্ছি।
13لن أتحمل مزيد من الظلم بعد الآن لم يكن الموت قريباً مني كما هو الآنএই অন্যায়ের প্রতিবাদ না করে আর পারছি না। মৃত্যু আর কখনো আমার এতটা কাছ দিয়ে যায়নি।
14بعد ذلك بدقائق أرسلت:আর কয়েক মিনিট পরে সে টুইট করে:
15@নোরাইউনুস: সম্মুখে দাঁড়ানো মোহাম্মেদ মাহমুদ বন্দুকের গুলিতে আহত হয়েছে এবং তাঁকে অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে # তাহরির # মারটিয়ারস্ট্রিট http://pic.twitter.com/GhL6KkWK
16يقف اثنان في الخطوط الأمامية لشارع محمد محمود بعد الإصابة بطلق بنادق الرش ويتم نقلهم للمستشفى الميدانيনোরা ইউনুস এই ছবিটা পোস্ট করেছে, যে ছবিতে দেখা যাচ্ছে বন্দুকের গুলি লাগার পর এক বিক্ষোভকারীকে অস্থায়ী ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছে।
17رفعت نورا يونس تلك الصورة لمتظاهرين يتم نقلهم للمستشفى الميداني بعد إصابتهم بطلق من بنادق الرشসেই স্কোয়ারে যে সব অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছিল, সেগুলো আহত নাগরিকে পরিপূর্ণ হয়ে গিয়েছে।
18المستشفيات الميدانية ممتلئة، مع دعوات مستمرة عبر مواقع التواصل الاجتماعي للإمداد بالأدوية والمتطوعين لتوفير الرعاية الطارئة للمصابين في الأحداث.এই সংঘর্ষে যারা আহত হয়েছিল তাদের জন্য ওষুধ এবং স্বেচ্ছাকর্মীর জন্য সামাজিক প্রচার মাধ্যমে ক্রমাগত আহ্বান জানানো হয়।
19টুইটারে টুইট করা মোহাম্মেদ আবদেল ফাত্তাহ মাত্র এক মিনিট আগেও তাহরিরের অস্থায়ী হাসপাতালে ছিলেন এবং তিনি তাঁর এইসব পর্যবেক্ষণ আমাদের জানাচ্ছেন।
20يشاركنا محمد عبد الفتاح، عبر تويتر، حيث كان متواجداً في واحدة من تلك المستشفيات الميدانية في التحرير.@এমফাত্তাহ৭: এখন তাহরিরে অস্থায়ী ক্লিনিকে অবস্থান করছি। http://twitpic.com/7hai0r তাহরির স্কোয়ারে যে সব অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছিল তার একটির দৃশ্য।
21مستشفى التحرير الميداني الآنছবি মোহাম্মদ আবদেল ফাত্তাহর।
22مشهد من واحدة من المستشفيات الميدانية في ميدان التحرير.মাত্র কয়েক মিনিট আগে টুইটারে তা আপলোড করা হয়েছে।
23تصوير محمد عبد الفتاح عبر تويتر استمرار وصول المصابين إلى مستشفى التحرير الميداني بعد سماعنا وابل من القنابل المُسيلة للدموع@এমফাত্তাহ৭: যখন আমরা অজস্র টিয়ার গ্যাসের আওয়াজ শুনতে পেলাম, তারপর থেকে আহত নাগরিকদের তাহরিরের অস্থায়ী হাসপাতালে আনা শুরু হয়েছে। http://twitpic.com/7hajec
24نقل المزيد من المصابين إلى المستشفى الميداني.আরো অজস্র আহত নাগরিককে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
25تصوير محمد عبد الفتاحছবি মোহাম্মদ আবদেল ফাত্তাহ-এর।
26سُحب من الغاز المٌسيل للدموع@এমফাত্তাহ৭: আকাশ কাঁদানে গ্যাসের মেঘ তৈরি হয়েছে http://t.co/kULwr9A1
27ارتفاع سحب من الغاز المسيل للدموع في ميدان التحرير مع استمرار هجوم رجال الشرطة.পুলিশের চলতে থাকা হামলার মুখে তাহরির স্কোয়ারের কাঁদানে গ্যাসের ধোঁয়া বেড়ে গেছে।
28تصوير محمد عبد الفتاح يضيف:ছবি মোহাম্মদ আবদেল ফাত্তাহ-এর।
29استمرار وصول المصابين.এবং সে এর সাথে যোগ করেছে:
30أخبار عن استخدام رصاص حيএমফাত্তাহ৭: এখনো আহতদের নিয়ে আসা হচ্ছে।
31يرفع اوكيوباي تحرير صورة لطبيب يبكي وينوح، يكتب:তাজা বুলেট ব্যবহারে সংবাদ পাওয়া গেছে।
32التقطت هذه الصورة لطبيب يبكي وينوح لعدم استطاعته إنقاذ حياة المصابএছাড়াও টুইটারে অকুপাই তাহরির এক কান্নারত ডাক্তারের ছবি পোস্ট করেছে। সে লিখেছে:
33يشاركنا اوكيوباي تحرير هذه الصورة لطبيب يبكي وينوح في إحدى المستشفيات الميدانية لمعالجة الجرحى@অকুপাই_তাহরির : এটি তাহরির-এর একটি অস্থায়ী হাসপাতালের এক ডাক্তারের ছবি, যেখানে দেখা যাচ্ছে যে আহত মানুষের জীবন রক্ষা না করতে পারার কারণে তিনি কাঁদছেন।
34تم رفع هذا الفيديو من قبل جريدة المصري اليوم، يظهر قوات الشرطة والجيش وهم يضربون المتظاهرين بدون رحمة:#তাহরির#নোএসসিএএফ#অকুপাই http://t.co/JFbjkQyt অকুপাই তাহরির এই ছবিটি প্রদর্শন করেছে, যেখানে দেখা যাচ্ছে আহতদের চিকিৎসার জন্য তৈরি করা একটি অস্থায়ী হাসপাতালে একজন ডাক্তার কাঁদছেন।
35كما يشاركنا الناشط رامي رؤوف هذا الفيديو من موقع خدمة البث الحي بامبوسير يظهر رجال الشرطة وهم يستهدفوا المتظاهرين، في أعلى أجسادهم وليس على أقدامهم أو على الأرض، لتفريقهم.মিশরীয় দৈনিক খবরের কাগজ আল মাসরী আল ইয়োম এই ভিডিটিও ইউটিউবে আপলোড করেছে। এতে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনী এবং সামরিক বাহিনীর সদস্যরা কাজে লেগে পড়েছে- তারা নির্দয়ভাবে বিক্ষোভ কারীদের পিটিয়ে যাচ্ছে:
36একটিভিস্ট রামি রোফ সরাসরি ভিডিও প্রদর্শনকারী সংস্থা বাম্বুসের-এর একটি ভিডিও প্রদর্শন করেছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ বিক্ষোভ প্রদর্শনকারীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তারা পায়ে নয়, শরীরের উপরের অংশ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
37তার টুইটে সে এ কথা জানায়:
38@@রামিরোফ: এই ভিডিওর ০.
39يقول:৩৮ থেকে ০.
40في هذا الفيديو من التوقيت 0:38 - 0:47 ترون رجال الشرطة يصوبون تجاه المتظاهرين على أعلى أجسادهم৪৭ সেকেন্ড পর্যন্ত খেয়াল করুন, তাতে লক্ষ্য করবেন পুলিশ কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শনকারীর উপরের অংশ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। http://bambuser.com/v/2140945 #ইজিপ্ট#তাহরির
41تتحرك أحداث التحرير بسرعة عالية ويقوم مستخدمي الإنترنت من قلب الحدث بتزويد الناس من كل أنحاء العالم بكل جديد وبكل التطورات وقت حدوثهاতাহরিরে এখন দ্রুত ঘটনা ঘটছে এবং নেট নাগরিকরা সেখানে উপস্থিত থেকে সক্রিয়ভাবে সেখানে যা ঘটছে তার তাজা সংবাদ সারা বিশ্বের নাগরিকদের সামনে তুলে ধরছে।
42أبقوا مترقبين مستعدين للمزيد من التقارير من مصر مع استمرار التطورات.যখন এই আন্দোলন সামনে আরো এগিয়ে যাচ্ছে, তখন এ সম্বন্ধে আরো তাজা সংবাদের জন্য আমাদের সাথে থাকুন।