# | ara | ben |
---|
1 | الحكم بالحبس 15 سنة على المحامي السعودي المدافع عن حقوق الانسان وليد أبو الخير | সৌদি মানবাধিকার বিষয়ক আইনজীবী ওয়ালিদ আবুলখায়েরের ১৫ বছরের কারাদণ্ড |
2 | صورة الصفحة الشخصية لحساب وليد ابو الخير على تويتر@WaleedAbulkhair. | ওয়ালেদ আবুল খায়ের এর টুইটার আকাউন্ট @ওয়ালিদআবুলখায়ের এ তাঁর প্রোফাইল ছবি। |
3 | صدر اليوم حكم بحق وليد ابو الخير، وهو مدافع بارز عن حقوق الإنسان في السعودية، بالحبس لمدة 15 سنة. | সৌদি আরবের একজন প্রখ্যাত মানবাধিকার বিষয়ক আইনজীবী ওয়ালিদ আবুলখায়ের। এই প্রখ্যাত আইনজীবীকে আজ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। |
4 | أُدين وليد طبقاً لقانون مكافحة الإرهاب الجديد الصادر من حكومة ملكية بتهم مثل “إهانة السلطات” و “تهييج الرأي العام”. | রাজতন্ত্রটিতে চালু হওয়া “সাধারণ আদেশ অমান্য” এবং “জনমত উস্কে দেওয়া”র মতো নতুন সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। |
5 | صدر هذا الحكم على الرغم من احتجاجات عديدة من منظمات المجتمع المدني ومنها منظمة العفو الدولي، وبعد أقل من شهرين بعد الحكم على أخ زوجته رائف بدوي بالسجن لمدة عشر سنوات وألف جلدة بسبب تأسيسه موقع على شبكة الإنترنت. | একটি ওয়েবসাইট প্রতিষ্ঠার জন্য তার শ্যালক রাইফ বাদায়ির ১০ বছরের কারাদণ্ড এবং ১,০০০ টি দোররায় দন্ডিত হওয়ার বিশ্বব্যাপী একটি এনজিও থেকে শোরগোল শোনার কমপক্ষে দুই মাস পরে তাঁর এই দণ্ডাদেশ হল। আবুলখায়ের হলেন “সৌদি আরবে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ” প্রতিষ্ঠানের প্রধান। |
6 | يرأس أبو الخير مركز مراقبة حقوق الإنسان في السعودية وهو معروف أيضاً في وسائل التواصل الاجتماعية ولديه أكثر من 76 ألف متابع على حسابه على تويتر. | তিনি সৌদি আরবের সামাজিক মিডিয়া জুড়ে ব্যাপক পরিচিত এবং @ওয়ালিদআবুলখায়েরের নামের তার টুইটার অ্যাকাউন্টে ৭৬,০০০ এরও অধিক অনুসারী রয়েছে। |
7 | بعد إصدار الحكم عليه، صدرت تغريدات من حسابه @WaleedAbulkair: | তার দণ্ডাদেশের পর তার একাউন্টে তাকে উদ্ধৃত করে টুইট করা হয়েছে: |
8 | صدر الحكم النهائي بحق وليد أبو الخير في وقت مبكر هذا اليوم. | #ওয়ালিদআবুলখায়েরের বিরুদ্ধে একটি চূড়ান্ত রায় আজ দিনের প্রথম ভাগে ঘোষণা করা হয়েছে - ১ |
9 | حُكم عليه بالسجن لمدة 15 عام ومنع من السفر لمدة مثلها وغرامة مقدارها 200 ألف ريال. | তাঁকে ১৫ বছরের কারাদণ্ড এবং অনুরূপ সময় ভ্রমণে নিষেধাজ্ঞা এবং দুই লাখ রিয়াল জরিমানা করা হয়েছে। |
10 | سيصدر بيان بخصوص الموضوع في المساء. | একটি বিবৃতি আজ রাতে প্রকাশ করা হবে - ২ |
11 | “أنا اعترض على هذا الحكم، الله والتاريخ والشعب سوف يصدرون الحكم الحقيقي بيننا” رد وليد أبو الخير في آخر جلسة. | #ওয়ালিদআবুলখায়ের চূড়ান্ত সেশনে উত্তর দিয়েছেন, “আমি এই রায়ে আপত্তি জানাচ্ছি; ঈশ্বর, ইতিহাস ও মানুষ আমাদের মধ্যে সত্য বিচার করবে।” |
12 | يوضح المدون أحمد العمران طبيعة التهم: | ব্লগার আহমেদ আল ওমরান কি কি অভিযোগ রয়েছে তা পরিষ্কারভাবে জানিয়ে টুইট করেছেন: |
13 | أُدين الناشط وليد أبو الخير حسب قانون مكافحة الارهاب الجديد بتهم مثل “إهانة السلطات” و “تهييج الرأي العام” | সক্রিয় কর্মী @ওয়ালিদআবুলখায়ের “সাধারণ আদেশ অমান্য” এবং “জনমত উস্কে দেওয়ার” মতো নতুন সন্ত্রাসদমন আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হয়েছেন। |
14 | أبو الخير في السجن منذ 16 أبريل/نيسان، ويقول الناشطون أن عقوبة الخمسة عشر سنة تلغي الحكم السابق بالحبس لمدة ثلاثة أشهر. | এপ্রিলের ১৬ তারিখ থেকে অন্তরীন সক্রিয় কর্মী বলেছেন, নতুন ১৫ বছরের কারাদণ্ড আগের তিন মাসের সাজার অন্তর্ভুক্ত নয়। |
15 | غردت الباحثة الأكاديمية الدكتورة مداوي الرشيد لمتابعيها (البالغ عددهم 181 ألفًا) استنكاراً للحكم: | একাডেমিক গবেষক ডাঃ মাডায়ি আলরাশেদ এই কারাদণ্ডের নিন্দা জানিয়ে তার ১,৮১,০০০ অনুগামীদের কাছে টুইট করেছেন: |
16 | باسم أي شريعة يتحول حكم بالسجن من ٣ اشهر الى ١٥ سنة؟ | কোন ধর্মমতে তাঁরা ৩ মাসের একটি কারাদন্ড ১৫ বছরে পরিবর্তন করা হল ? |
17 | #وليد_أبوالخير - Madawi Al-Rasheed (@MadawiDr) July 6, 2014 وكتب مستخدم تويتر بندر قدير تحت الوسم #وليد_ابو_الخير: | # وليد _ أبوالخير [আরবী ভাষায়] নামের খুব সক্রিয় হ্যাশ ট্যাগটিতে ওয়ালিদ আবুলখায়েরকে উল্লেখ করে বান্দের কাদের (@ফ্রিজেন) টুইট করেছেন যার অনুবাদ করলে দাঁড়ায়: |
18 | من يحمل السلاح ويكفر ويقاتل،،،يناصح ويخرج ومن يكتب وينتقد يحكم بسنين طويلة ،،،أنتم تحددون خيارات صعبة للشعب #وليد_أبوالخير - بندر قِدير (@freetizen) July 6, 2014 | ভাবাদর্শী চরমপন্থী, যারা অস্ত্র নিয়েছে এবং সংগ্রাম করেছে তাঁদের পুনর্বাসন, পরামর্শ এবং মুক্তি দেওয়া হবে, কিন্তু যারা কলম হাতে তুলে নিয়েছে এবং সমালোচনা করেছে তাঁরা লম্বা কারাদণ্ড পাবেন… আপনারা মানুষকে শক্ত বিকল্প প্রদান করছেন। |
19 | لن يستأنف أبو الخير الحكم، غرد مراسل شبكة سي ان ان محمد جمجون لمتابعيه الثمانية عشر الفاً : | সিএনএন এর আন্তর্জাতিক সংবাদদাতা মোহাম্মদ জামজুম তার ১৮,৬০০ অনুগামীদের কাছে টুইট করেছেন, আবুলখায়ের এই দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আপীল করবেন না: |
20 | تقول سمر بدوي, زوجة وليد أبو الخير “الحكم لم يكن عادلاً. | @ওয়ালিদআবুলখায়েরের স্ত্রী সামার বাদায়ি বলেছেন, “এই রায় সঠিক নয়। |
21 | وليد حوكم واُدين ببساطة بسبب عمله كناشط حقوقي” | ওয়ালিদের চেষ্টা করেছিলেন এবং একজন অধিকার কর্মী হিসেবে তাঁকে শুধুমাত্র তার কাজের জন্য দন্ডিত করা হয়েছে।” |
22 | تقول لي سمر بدوي زوجة وليد أبو الخير، أن وليد لا يعترف بشرعية المحكمة التي حاكمته في السعودية العربية. | @ওয়ালিদআবুলখায়েরের স্ত্রী সামার বাদায়ি আমাকে বলেছেন, সৌদি আরবে তাকে যে দন্ড দেওয়া হয়েছে ওয়ালিদ সে আদালতের বৈধতা স্বীকার করে না। |
23 | تقول لي سمر بدوي زوجة وليد ابو الخير، أن وليد لن يقبل ولن يستأنف الحكم الصادر اليوم من قبل المحكمة السعودية. | @ওয়ালিদআবুলখায়েরের স্ত্রী সামার বাদায়ি আমাকে বলেছেন, সৌদি আদালতে আজকের জারিকৃত এই রায়কে ওয়ালিদ মেনেও নিবেন না আবার এই রায়ের বিরুদ্ধে আপীলও করবেন না। |
24 | ويأتي هذا الحكم كجزء من الحملة المستمرة ضد ناشطي حقوق الإنسان التي تصاعدت هذه السنة. | এই নতুন উন্নয়ন মানবাধিকার কর্মীদের উপর সৌদি আরবের চলমান কঠোর পদক্ষেপ এর একটি অংশ, যা এই বছরের শুরু থেকে ব্যাপকভাবে চালু হয়েছে। |