Sentence alignment for gv-ara-20141210-36209.xml (html) - gv-ben-20141211-46091.xml (html)

#araben
1اكسر حاجز الصمت: حملة من أجل نشطاء حقوق الإنسانনিরবতাকে ভেঙ্গে দাওঃ কারাবন্দী মানবাধিকার কর্মীদের জন্য এক প্রচারণা
2الصور من تصميم كايلي تايلور وهيو داندرادِকালিয়ে টাইলর এবং হিউজ ডি'আন্দ্রাদের তৈরী প্রচারণার ছবি।
3نذكّر العالم في اليوم العالمي لحقوق الإنسان بالكثير من أصدقائنا الذين قاموا بكسر حاجز الصمت تجاه قمع أفكارهم وأسئلتهم وانتقاداتهم ومحاولاتهم التفكير البناء لحل المشكلات التي يواجهونها.আজ, মানবাধিকার দিবসে, বিশ্বকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের অনেক বন্ধু, যারা তাদের চিন্তা প্রকাশ করা, প্রশ্ন করা এবং জটিল চিন্তা করা ও গঠনমূলক ভাবে তাদের নিজেদের আগে সমস্যার সমাধান করার মধ্যে দিয়ে নিপীড়নের বিরুদ্ধে নীরবতা ভঙ্গ করেছে।
4نتذكر اليوم علاء عبد الفتاح وباسل خرطبيل (أو باسل الصفدي)، وهم من أصدقائنا المعتقلين الذين يقضون أحكام تعسفية تهدد مستقبلهم كمبدعين ومفكرين أحرار من المنطقة العربية.আজ আমরা আলা আব্দে এল ফাত্তাহ এবং বাসেল খারতাবিল (ওরফে বাসেল সাফাদি) কে স্মরণ করছি, কারাবন্দী আমাদের এই দুই বন্ধু যাদেরকে জোরপূর্বক কারাদণ্ডের শাস্তি প্রদান করা হয়েছে যা তাদের ভবিষ্যৎ-কে এলোমেলো করে দেবে আরব অঞ্চলে উদ্ভাবনী ও মুক্ত চিন্তার বদলে।
5يقبع باسل خلف القضبان في سوريا منذ مارس / أذار 2011، وعلاء معتقل في مصر للعديد من المرات منذ عهد مبارك.বাসেল, মার্চ ২০১২ থেকে সিরিয়ার কারাগারে আটক রয়েছে, এবং মুবারকের সময় থেকে বার বার আলাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
6اكسروا حاجز الصمت معنا اليوم في الحملة العالمية من أجل علاء وباسل والكثير الذين سجنوا ظلمًا بسبب نضالهم.আলা, বাসেল এবং অন্য অনেকে যারা তাদের কর্মকাণ্ডের জন্য অন্যায় ভাবে কারাগারে বন্দী হয়ে রয়েছে তাদের জন্য এই বিশ্বব্যাপি প্রচারণায় নীরবতা ভঙ্গ করুন।
7ساعدونا في دعم أصدقائنا المعتقلين:বাসেল সাফাদি খারতাবিল।
8باسل خرطبيل، تصوير جوي إيتو على فليكر - مستخدمة تحت رخصة المشاع الإبداعي النسبة (CC BY 2.0)ছবি ফ্লিকারের মাধ্যমে জোই ইতোর থেকে গ্রহণ করা (সিসি বাই ২. ০)। বাসেল-এর জন্ম ও বেড়ে ওঠা সিরিয়ায়, আর তিনি ওপেন সোর্স সফট্ওয়্যার ডেভলপমেন্ট বিশেষজ্ঞ হয়ে ওঠেন।
9ولد باسل ونشأ في سوريا، وأصبح خبيرًا في برمجيات المصادر المفتوحة. وقد شارك في تأسيس شركة Aiki Labs كما تقلد منصب المدير التقني لمؤسسة الأوس، وهي مؤسسة للأبحاث والنشر تعنى بعلوم الآثار والفن في سوريا.তিনি সম্মিলিত এক গবেষণা প্রতিষ্ঠান আকি ল্যাবের অন্যতম প্রতিষ্ঠাতা এবং আল-আউসের চীফ টেকনিক্যাল অফিসার ছিলেন, যা এক প্রকাশনা এবং গবেষণা প্রতিষ্ঠা, আর এটি সিরিয়ার প্রত্নতাত্তিক বিজ্ঞান ও শিল্পের প্রতি উৎসর্গকৃত।
10وعمل باسل أيضًا كمدير مشروع وكممثل للمشاع الإبداعي في سوريا، وله مساهمات في موزيلا فايرفوكس، ويكيبيديا، وOpenclipart و Fabricatorz.তিনি সিরিয়ার ক্রিয়েটিভ কমন্সের প্রকল্প প্রধান এবং গণ সংযুক্তির জন্য কাজ করেছে এবং তিনি মোজিলা ফায়ারফক্স, উইকিপিডিয়া, ওপেনক্লিপআর্ট এবং ফাব্রিকাটজর-এর কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেছেন।
11من أعماله في الفترة الأخيرة إعادة إنتاج مدينة تدمر القديمة في سوريا بنموذج واقعي ثلاثي الأبعاد.তার সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে সিরিয়ার পুরোনো শহর পালমাইরাকে ৩ডি ফটোরিয়ালিস্টিকে আবার পুনর্নির্মাণ করা।
12وفي نوفمبر/ تشرين الثاني 2012، أدرجت مجلة فورين بوليسي باسل ضمن قائمة أكبر 100 المفكرين في العالم.ফরেন পলিসি নভেম্বর ২০১২-এ, বাসেলকে বিশ্বের ১০০ জন সেরা চিন্তাবিদের একজন হিসেবে নির্বাচিত করে।
13باسل من التقنيين الذين يعملون على بناء بلادهم عبر إدخال تكنولوجيات إنترنت الجديدة للجامعات والشركات وحركات المجتمع المدني.বাসেল এক প্রযুক্তি প্রেমী যে বিশ্ববিদ্যালয়, ব্যবসায় এবং সুশীল সমাজের বিভিন্ন দলের মাঝে নতুন ইন্টারনেট প্রযুক্তির পরিচয় করিয়ে দিয়ে তার দেশের উন্নত ঘটাতে চায়।
14ويمر اليوم العالمي لحقوق الانسان بينما يقضي باسل اليوم الألف في نير السجن.
15علاء وزوجته منال حسن، تصوير ليليان وجدي.আজ বিশ্ব মানবাধিকার দিবস, বাসেলের ১০০০তম কারাবন্দী দিবসকে চিহ্নিত করছে।
16من ويكيميديا كومونز.আলা ও মানাল।
17مستخدمة برخصة المشاع الإبداعي النسبة (CC BY 2.0)ছবি লিলিয়ান ওয়াগডির, উইকিমিডিয়া কমন্স-এর মাধ্যমে পাওয়া (সিসি বাই ২.
18علاء عبد الفتاح مدون مصري، وناشط سياسي ويدعم برمجيات المصادر المفتوحة. أمضى الجزء الأكبر من السنوات الثلاث الماضية في السجن.০)। আলা আব্দে এল ফাত্তাহ হচ্ছেন মিশরীয় একটিভিস্ট, ব্লগার এবং ওপেন সোর্স এ্যাডভোকেট, যে তার বিগত তিন বছরের সেরা সময়টা কারাগারে কাটিয়েছেন।
19كانت أول مرة في 2006 تحت نظام مبارك، ومنذ 2011 دخل علاء السجن عدة مرات بناء على اتهامات كاذبة وملفق.তিনি প্রথম জেলে যান মুবারকের আমলে ২০০৬ সালে, এরপর তার দীর্ঘ সময় ধরে এবং প্রভাব তৈরী করা কার্যকলাপের কারণে আলাকে কয়েকবার ২০১১ সাল পর্যন্ত তাকে কারাগারে যেতে এবং বের হতে হয়েছে।
20وفي ديسمبر 2011، لم يشهد ولادة ابنه خالد لظروف اعتقاله.ডিসেম্বর ২০১১ -এ সে তার সন্তান খালেদের জন্মদিনে উপস্থিত থাকতে পারেনি, কারণ তখন সে কারাগারে ছিল।
21وفى يونيو / حزيران 2014، وحكم عليه غيابيًا، رغم كونه أمام باب قاعة المحكمة، بالسجن خمسة عشر عامًا.জুন ২০১৪-এ আদালতের বাইরে উপস্থিত থাকা সত্ত্বেও অনুপস্থিত থাকার অভিযোগে তাকে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
22وعلى الرغم من الإفراج عنه بكفالة لفترة قصيرة في سبتمبر / أيلول الماضي، اعتقل مرة أخرى في 21 أكتوبر / تشرين الأول.
23وفي 18 من نوفمبر / تشرين الثاني قضى علاء عيد ميلاد آخر، الثالث والثلاثون، في القاهرة في سجن طره.যদিও সেপ্টেম্বরে স্বল্প সময়ের জন্য আলাকে মুক্তি প্রদান করা হয়, কিন্তু ২১ অক্টোবরে আবার তাকে গ্রেফতার করা হয়।
24كما لا يسمح له بالخروج من زنزانته إلا لساعة واحدة في اليوم، لا يسمح له بالتريض بانتظام.সে তার আরেকটি জন্মদিন, যা তার ৩৩ বছরের পদার্পণ, সেই ১৮ নভেম্বরও তাকে কায়রোর তোরাহ কারাগারে কাটাতে হয়।
25وفي 10 ديسمبر / كانون الأول أعلن علاء الإضراب عن الطعام، والمستمر 38 يومًا حتى الآن.প্রতিদিন তাকে মাত্র এক ঘন্টা কারাকক্ষের বাইরে কাটাতে দেওয়া হয়। ১০ ডিসেম্বর থেকে তিনি ৩৮ দিনের অনশন শুরু করতে যাচ্ছেন।
26وكان قد حكم على سناء سيف، أخت علاء، بالحبس 3 أعوام في أكتوبر / تشرين الأول الماضي بسبب خرق قانون التظاهر.আলার বোন সানা সেইফ, মিশরের কুখ্যাত বিক্ষোভ বিরোধী আইন লঙ্ঘন করার অভিযোগে তাকে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
27الموقعون (وقع هنا!)