Sentence alignment for gv-ara-20080125-511.xml (html) - gv-ben-20080125-595.xml (html)

#araben
1أفغانستان: عقوبة الاعدام لتوزيع مقالة مدونةআফঘানিস্তান: ব্লগের লেখা বিতরনের জন্যে মৃত্যুদন্ড
2رابطة المدونين الأفغان [انكليزي], التي أنشأها مجموعة من الناشطين والمدونين الأفغان, أعربت عن قلقها العميق على الصحفي الشاب, سيد برفيز كمبخش, الذي حكم عليه بالاعدام من قبل محكمة محلية.আফঘান একদল বিপ্লবী ব্লগার কতৃক প্রতিষ্ঠিত এসোসিয়েশন অফ ব্লগ রাইটার্স (আফঘান পেনলগ) সাইয়েদ পারভেজ কামবাখস নামের একজন তরুন সাংবাদিককে আদালত কর্তৃক মৃত্যুদন্ডে দন্ডিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
3وهو كان بعمل كمراسل للمجلة الأسبوعية (العالم الجديد), وتلميذ في الصحافة في جامعة بلخ.তিনি জাহান-ই-নও নামক সাপ্তাহিকের একজন সাংবাদিক এবং বল্খ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন ছাত্র।
4ووفقاً لرابطة المدونين الأفغان, ووسائل الاعلام العالمية, برفيز كمبخش كان قد اعتقل من قبل السلطات في 27 تشرين الأول 2007, لتحميله وتوزيعه على أصدقائه مقالة عثر عليها على احدى المدونات الإيرانية [انكليزي].আফঘান পেনলগ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রচার মাধ্যম অনুযায়ী পারভেজ কামবাখস গত অক্টোবরের ২৭ তারিখে আফঘান কর্তৃপক্ষ কর্তৃক গ্রেফতার হয়েছিলেন। তার প্রতি অভিযোগ ছিল এক ইরানী ওয়েবলগে প্রকাশিত একটি আর্টিকেল ডাউনলোড করে বন্ধুদের কাছে বিতরন করা।
5المقالة تتحدث عن حقوق المرأة, القرآن, والنبي محمد (ص).এই আর্টিকেলটিতে নারী অধিকার, কোরান এবং মহানবী (সা:) এর কথা লেখা ছিল।
6المحكمة المحلية في مدينة مزار شريف في شمال أفغانستان, حكمت عليه بالاعدام بتهمة الكفر.উত্তর আফঘানিস্তানের মাজার-ই-শরীফের এক স্থানীয় কোর্ট তার প্রতি ব্লাসফেমীর (ইশ্বর নিন্দা) অভিযোগ এনে তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করে।
7منظمة مراسلون بلا حدود, قالت [انكليزي] أن المحاكمة “نفذت على عجل, ودونما اعتبار للقانون أو لحرية التعبير, المحمية من قبل الدستور.”আন্তর্জাতিক মিডিয়া ওয়াচডগ রিপোর্টার্স উইদাউট বর্ডারস বলছে যে “বিচারকার্য অতি দ্রুত সমাধা করা হয়েছে এবং সংবিধান কর্তৃক নিশ্চিত বাকস্বাধীনতা রক্ষায় কোন আমল দেয়া হয়নি”।
8مدونة مؤشر الرقابة, تقول [انكليزي]:ইন্ডেক্স অন সেন্সরশীপ বলছে:
9رجال الدين الأفغان المحافظين للغاية, الذين معظمهم لم يستخدم الكمبيوتر أو الانترنت من قبل, يعتقدون ان كمبخش كتب المقالة بنفسه وبالتالي فهم يعتبرونه مذنب بالكفر.অতি রক্ষণশীল আফঘান মোল্লারা যারা কম্পিউটার এবং ইন্টারনেট কোনদিন ব্যবহার করেনি, বিশ্বাস করেছে যে কামবাখস নিজেই ওই লেখাটি লিখেছে এবং তাই তাকে ব্লাসফেমীর অভিযোগে অভিযুক্ত করেছে।
10ولأنه لا يوجد عقاب واضح لتحميل مقالات “لا اسلامية” من الانترنت, محكمة الاستئناف الأولية طلبت رأي رجال الدين.যেহেতু ইন্টারনেট থেকে অনৈসলামিক লেখা ডাউনলোড করার কোন শাস্তি আইনে বলা নাই , প্রাথমিক আদালত মোল্লাদের এ ব্যাপারে মতামত দিতে বলেছিল।
11رجال الدين المحافظين, الذين لم يتحققوا حتى من الأمر, طالبوا بعقوبة الاعدام.রক্ষণশীল মোল্লারা, যারা এর তদন্তে সম্পৃক্ত ছিলনা, তার মৃত্যুদন্ড চেয়েছে।
12الهدف قد يكون شقيق الصحفي وفقاً لـ وكالة سي ان ان [انكليزي], الكثير يعتقدون أن كمبخش كان قد اعتقل في الحقيقة بسبب مقالات أخيه التي انتقد سلطات المقاطعة.সাংবাদিকের ভাই হয়ত তাদের লক্ষ্য সিএনএন এর ভাষ্য মতে অনেকে বিশ্বাস করে কামবাখস হয়ত গ্রেফতার হয়েছিলেন তার ভাইয়ের লেখা কিছু আর্টিকেলের জন্যে, যাতে প্রদেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ছিল।
13الأخ, سيد يعقوب ابراهيمي, كان قد كتب عدة مقالات مفصلة عن حقوق الانسان.তার ভাই, সৈয়দ ইয়াকুব ইব্রাহিমী, অনেক মানবাধিকার সংক্রান্ত লেখা লিখেছেন।
14رابطة المدونين الأفغان, أصدرت يوم أمس بياناً اتهمت فيه السلطات الأفغانية بمحاولة الهرب من القضية: “…وزارة المعلومات والثقافة الأفغانية أصدرت رسالة بعد ظهر اليوم, تقول فيها ان برفيز كمبخش لم يكن صحفياً وقضيته ليس لها علاقة بوسائل الإعلام.”আফঘান পেনলগ গতকাল একটি বিবৃতি প্রকাশ করেছে যেখানে তারা বলেছে যে আফঘান কর্তৃপক্ষ মূল ঘটনা ধামাচাপা দিতে চাইছে “…আফঘান সংস্কৃতি মন্ত্রনালয় আজ বিকেলে একটি চিঠি দিয়েছে যেখানে তারা বলেছে পারভেজ কামবাখস সাংবাদিক ছিলনা এবং তার মামলাটির সাথে প্রচার মাধ্যমের কোন সম্পর্ক নেই।
15رابطة المدونين الأفغان قلقة بعمق, وتطالب بالإفراج الفوري عن برفيز كمبخش.” আফঘান পেনলগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং অতি সত্বর পারভেজ কামবাখস এর মুক্তি দাবী করছে।