# | ara | ben |
---|
1 | تونس: العفو عن جابر الماجري | তিউনিশিয়া: কারাগার থেকে মুক্তি পেলেন ক্ষমাপ্রাপ্ত ফেসবুক ব্যবহারকারী |
2 | سُجن جابر الماجري بسبب نشره رسوم للنبي محمد على فيسبوك وأطلق سراحه يوم الثلاثاء 4 مارس / آذار الماضي. | ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর কার্টুন পোস্ট করার জন্য জাবেউর মেজরি নামের একজন বন্দীকে গতকাল মুক্তি দেওয়া হয়েছে [৪,মার্চ]। |
3 | في حين أعلنت لجنة دعم الماجري [الفرنسية] عن إطلاق سراحه في البيان التالي: | গত রাতের একটি বিবৃতিতে মেজরি তার মুক্তির জন্য ঘোষিত কমিটিকে [ফরাসী ভাষায়] সমর্থন জানিয়েছেন: |
4 | بعد اعتقاله لمدة سنتين بسبب التعبير عن رأيه، تم الافراج الليلة عن جابر الماجري. | নিজের মতামত প্রকাশের জন্য গত দুই বছর পর আটক থাকার পর জাবেউর মেজরি মুক্তি পেয়েছেন। |
5 | | ২০১১ সালের জানুয়ারী মাসের [সাবেক একনায়ক জেনি এন আবেদিন বেন আলী'র উৎখাতের পর] ঘটনার পর থেকে তিউনিশিয়ার বিবেকের প্রথম বন্দী, আজ রাতে মুক্তি পেয়েছেন। |
6 | أول سجين رأي في تونس منذ أحداث يناير/كانون الثاني 2011. | ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে রাজধানী তিউনিশে একটি #ফ্রিজাবেউর প্রতিবাদ |
7 | احتجاج #Freejabeur في تونس في سبتمبر/أيلول 2013 | ২০১২ সালের মার্চ থেকে মেজরি কারাগারে আছেন। |
8 | وكان الماجري قد اُعتقل وأودع السجن منذ مارس/آذار 2012 حيث حُكم عليه بالسجن لمدة سبع سنوات ونصف لنشره محتوى “من المحتمل أن يضر النظام العام والآداب العامة” و”إهانة الآخرين على شبكات الاتصالات العامة” و”السلوك غير اللائق”. | “সরাকারি আদেশ ও নৈতিকতার ক্ষতির জন্য দায়ী”, “পাবলিক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে অন্যদের অপমান করা”, “পাবলিক সুনীতিকে অন্যায়ভাবে আঘাত করা” কন্টেন্ট প্রকাশের জন্য তাঁকে দোষী সাব্যস্ত করে সাড়ে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়। |
9 | في 19 فبراير/شباط، أعلن الرئيس عفوه عن الماجري. | গত ১৯ ফেব্রুয়ারি তারিখে প্রেসিডেন্ট কার্যালয় মেজরির জন্য ক্ষমা ঘোষণা করে। |
10 | ولكن ما أثار استغراب أنصاره قضية “اختلاس الأموال” التي تعود الى يوليو/تموز 2011 حيث تم احتجازه وهو بعمر ال30 عاماً في السجن. | তবে, তার সমর্থকদের অবাক করে দিয়ে ২০১১ সালের জুলাই মাসের “তহবিল আত্মসাতের” মামলায় ৩০ বছর বয়সী মেজরিকে কারাগারে পাঠানো হয়। |
11 | بدعوى هذه القضية، اتُهم الماجري بسرقة حوالي 1600 دينار تونسي من تذاكر المترو بينما كان يعمل في السكك الحديدية. | এই মামলায় মেজরিকে একটি রেল কোম্পানিতে কাজের সময় প্রায় ১৬০০ তিউনিশীয় দিনার মূল্যের মেট্রো টিকিট চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়। |
12 | وصدر أمر القبض في أواخر يناير/كانون الثاني 2014، قبل أسابيع من إعلان العفو عنه. | তবে, ২০১৪ সালের জানুয়ারি মাসে তার ক্ষমা ঘোষণার মাত্র কয়েক সপ্তাহ আগে তাঁর বিরুদ্ধে একটি গ্রেফতারি পরওয়ানা জারি করা হয়। |
13 | وصفت لجنة دعم الماجري إحياء القضية التي تعود لسنة 2011 “بالمضايقة قضائية” [الفرنسية]: | তাঁর সমর্থনে গড়া কমিটি ২০১১ সালের তাঁর মামলাকে “বিচার বিভাগীয় হয়রানির” [ফরাসী ভাষায়] পুনর্জাগরণ হিসেবে অভিহিত করেছেঃ |
14 | إذا كان هذا الإفراج خبر ذو أهمية كبيرة وانتصارًا لجميع المدافعين عن حرية الضمير وحرية التعبير، فإن لجنة الدعم ستبقى نشطة طالما لم يتم سحب جميع التهم الموجهة ضد جابر الماجري، وما دام لم يرد إليه اعتباره. | এই মুক্তি যদিও বিবেক ও বাক স্বাধীনতার সব সমর্থকদের জন্য তাৎপর্যপূর্ণ এবং একটি বিজয় বার্তার প্রতিনিধিত্ব করে, তবুও জাবেউর মেজরির বিরুদ্ধে সব অভিযোগ [তহবিলের আত্মসাৎ] যতদিন না তুলে নেওয়া এবং তাঁকে পুনর্বাসিত করা না হয়, তাঁর সমর্থন কমিটি ততদিন সক্রিয় থাকবে। |
15 | لن نفوت الفرص للتواصل والإعلام بشأن هذه الحالة الثانية التي ليس لها هدف سوى الإبقاء على جابر الماجري في السجن رغم العفو الرئاسي. | আমরা এই দ্বিতীয় মামলার হালনাগাদের যোগাযোগের অব্যাহত রাখব, যা মূলত রাষ্ট্রপতির ক্ষমা সত্ত্বেও তাঁকে শুধুমাত্র কারাগারে রাখার উদ্দেশ্য হিসেবে কার্যকর। |