Sentence alignment for gv-ara-20070918-135.xml (html) - gv-ben-20070916-254.xml (html)

#araben
1تايلند: سقوط طائره في بوكيتথাইল্যান্ড: ফুকেট বিমান দুর্ঘটনা
2بدء المدونين في تايلند والمناطق المجاوره بالكتابه عن حادث تحطم طائره في مطار بوكيت عصر اليوم.আজ বিকেলে ফুকেট বিমানবন্দরে বিমান দুর্ঘটনা নিয়ে থাইল্যান্ড এবং অত্র অন্চলের ব্লগাররা তাদের মতামত প্রদান করছেন।
3وبوكيت هي محطه سياحيه جذابه في تايلند يزورها العديد من السكان المحلين والاجانب للاستمتاع بشواطئها.ফুকেট থাইল্যান্ডের একটি নামকরা পর্যটন অন্চল এবং বহু বিদেশী এবং স্থানীয়রা এর সমুদ্রসৈকতে ভ্রমন করতে আসেন।
4الرحله رقم OG269 كانت تديرها شركه طيران رخيصه وكانت في طريقها من بانكوك وعلي متنها مسافرين محلين واجانب.একটি বাজেট এয়ারলাইন (সুলভমূল্যে পরিবহনকারী) ফ্লাইট ওজি২৬৯ ব্যান্কক থেকে দেশী বিদেশী পর্যটকদের নিয়ে ফুকেট আসছিল।
5وتشير آخر الاخبار بان 88 مسافر قد لقوا حذفهم.শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ৮৮।
6المدون The Lost Boy [انكليزي] الذي يسكن في بوكيت كتب عن سبب سقوطها.ফুকেটের স্থানীয় ব্লগার দ্যা লস্ট বয় দুর্ঘটনার কারন সম্পর্কে লিখেন:
7“في الساعه الرابعه الا ربع مساء حاول الطيار الهبوط ولكن واجه صعوبات بسبب الرياح الشديده وبدء يفقد السيطره على الطائره وحاول الاقلاع من جديد.বিকেল প্রায় ৩:৪৫ মিনিটে পাইলট বিমানটি অবতরনের প্রস্তুতি নেয়। কিন্তু জোড় হাওয়া তাকে সমস্যায় ফেলে দেয়।
8افلتت الطائره من المدرج واصطدمت بالجدران والاشجار وانشطرت الي نصفين بسبب خروجها عن السيطره وقلة السرعه الكافيه لرفع الطائره عن الارض.”বিমানটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এবং পাইলট আবার উড্ডয়নের চেষ্টা করে। ইতিমধ্যে নিয়ন্ত্রন হারানো বিমানটি প্রয়োজনীয় গতি না থাকায় উড়তে না পেরে রানওয়ে থেকে ছিটকে পড়ে।
9يصف المدون ايضا المشهد في مطار بوكيت.এটি একটি দেয়াল ও গাছে আছড়ে পরে এবং দু'টুকরো হয়ে যায়।
10المدون Bangkok Pundit [انكليزي] يحدث مدونته ايضا بالمزيد من المعلومات بينما تقدم المدونه Lilian [انكليزي] التعازي لاسر الضحايا واهالي بوكيت.এছাড়া দ্যা লস্ট বয় ফুকেট বিমানবন্দরের পরিস্থিতিও বর্ণনা করে। ব্যান্কক পন্ডিত কিছু সময় অন্তর অন্তর তার ব্লগে বিভিন্ন তথ্য সন্নিবেশিত করছে।
11“ينعصر قلبي للضحايا واسرهم وايضا لموظفي المستشفي ، والشرطة وعمال الانقاذ اللذين نالو اكثر من حصتهم من التعامل من الاصابات والوفيات خصوصا بعد التسونامي…”লিলিয়ান মৃতদের পরিবার এবং ফুকেট বাসীদের কাছে তার সমবেদনা জ্ঞাপন করছে। আমার কষ্ট হচ্ছে বিমানটির যাত্রীদের এবং তাদের পরিবারের জন্যে।
12এছাড়াও দমকল বাহিনী ও হাসপাতালের কর্মী বা পুলিশ যারাই এ দুর্যোগ মোকাবেলা করছেন তাদের জন্যেও।
13يوجد على الصفحه الالكترونيه لشركه الطيران قائمه بارقام الهواتف لمن يريد الاستفسار عن حادث تحطم الطائره.বিশেষ করে সুনামির দুর্যোগের ধকল কাঁটতে না কাঁটতে তাদের জন্যে আসলো আবার এই দুর্যোগ।
14বিমান কোম্পানীটির ওয়েবসাইটে কিছু ফোন নম্বর দেয়া আছে যারা এই দুর্ঘটনাসম্পর্কে জানতে চান তদের জন্যে:
15ওজি/ওএক্স ২৬৯ ফ্লাইটটির দুর্ঘটনা সম্বন্ধে যে কোন তথ্যের জন্যে দয়া করে নিন্মলিখিত অস্থায়ী নম্বরগুলোতে যোগাযোগ করুন (১১২৬ ছাড়াও) ০৮৫-১৫৫-৪৬২২ ০৮৫-৯১১-৫০৯২ ০৮৫-৯১৮-৩৪২২ ০২-৫৩৫-৭৬৬২ ০২-৫০৪-৩২২৭ ০২-৫০৪-৩৬৪২
16(থাইল্যান্ডের আন্তর্জাতিক ফোন কোড হচ্ছে ৬৬)