# | ara | ben |
---|
1 | عمان: ما بعد إعصار فيت | ওমান: ঘূর্ণিঝড় ফেটের প্রভাব |
2 | ضرب عمان قبل أيام إعصار فيت، وهو أحد الأعاصير الاستوائية القادمة من المحيط الهندي. | কয়েকদিন আগে ওমানে গ্রীষ্মমণ্ডলীয় এক ঘূর্ণিঝড় ফেট আঘাত হেনেছে, যার উৎপত্তি ভারত মহাসাগরে। |
3 | ويعتبر فيت الإعصار الثاني بعد إعصار جونو قبل ثلاث سنوات. | তিন বছর আগে আঘাত হানা ঘূর্ণিঝড় গোনুর পর এটা দ্বিতীয় কোন বড় ধরনের ঘূর্ণিঝড় যা আবার ওমানে আঘাত হানল। |
4 | خلافاً لجونو، كانت عمان وشعبها أكثر استعداداً لاستقبال الإعصار. لكن حدثت أضراراً خطيرة لمدينة صور، التي تعرضت بشكل مباشر للإعصار. | ঘূর্ণিঝড় গোনুর মতই ওমান এবং ওমানের জনগন এবারের ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আরো বেশি প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সার নামক শহরের কিছু এলাকা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে যার উপর ফেট সরাসরি আঘাত হানে। |
5 | وصل الإعصار العاصمة مسقط، ولكن الأضرار كانت طفيفة. | এই ঘূর্ণিঝড় রাজধানী শহর মাসকটে এসে পৌঁছায়, কিন্তু অন্য এলাকার তুলনায় এখানকার ক্ষতির পরিমাণ সামান্য। |
6 | كتب المدون اندر كَفَر دراجون (التنين المتخفي) تقريراً مفصلاً عن أثر فيت على البلاد، والوفيات، والبنية التحتية والاتصالات، وحتى إنتاج النفط والغاز: | ব্লগার আন্ডারকাভার ড্রাগন তার প্রদান করা সংবাদে দেশটির উপর ফেট এর প্রভাব, মৃত্যু, কাঠামো, যোগাযোগ ব্যবস্থা এমনকি তেল ও গ্যাস উৎপাদনের উপর যে প্রভাব ফেলেছে তার বিস্তারিত বর্ণনা প্রদান করেছে: |
7 | في النهاية، فيما يتعلق الأمر بمسقط، لا يقارن سوء فيت بسوء إعصار جونو. | সব শেষে বলা যায়, মাসকট এই বিষয়ে বেশ সচেতন ছিল, ঘূর্ণিঝড় ফেট গোনুর মত এত ভয়ঙ্কর ছিল না। |
8 | لا في المدة، ولا سرعة الرياح ولا المطر ولا الأضرار الناتجة. | এর আঘাত হানার সময়টাও তেমন লম্বা ছিল না, তার বাতাসের বেগও তীব্র ছিল না, এর বৃষ্টিপাত বা প্রভাব তেমন জোরালো ছিল না। |
9 | لكن هذا ليس الحال بالنسبة لمدينة صور بل ربما أسوأ، فالمدينة واقعة في قلب العاصفة، لأن الإعصار تَرَصَّد المنطقة الشرقية من عمان. | তবে সার নামক শহরটির ক্ষেত্রে এটি সম্ভবত সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি করে। কারণ সার সরাসরি ঘূর্ণিঝড় কেন্দ্রের মধ্যে পড়ে যায়, যা ওমানের সবচেয়ে পূর্বপ্রান্তে দিয়ে অতিক্রম করে । |
10 | وسجلت صورٌ ارتفاع مستوى المياه أكثر من ٤٠ سم. | সার নামক শহরটিতে এই সময় রেকর্ড ৪০ সেন্টিমিটার পরিমাণ বৃষ্টিপাত ঘটে। |
11 | حيث كانت أغلب مناطق المدينة واقعة تحت الماء مساء يوم الجمعة. | শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শহরটি পানির নিচে তলিয়ে ছিল। স্বয়ং এই ঘূর্ণিঝড়ের কারণে অনেকগুলো দুর্ঘটনা ঘটে। |
12 | في حين أن الكثير من الحوادث وقعت بسبب العاصفة نفسها، حدث الكثير منها بسبب إهمال الناس وفضولهم الغير لائق لاستكشاف الأودية الخطرة التي تشكّلت حديثاً. | আরো অনেক দুর্ঘটনার কারণ হচ্ছে মানুষের অসচেতনতা এবং যথাযথ নয় এমন কৌতুহল, যা তারা নতুন ভাবে গঠিত বিপজ্জনক ওয়াদি (খাঁড়ি বা ওয়াদি হচ্ছে এমন এলাকা যা সাধারণত শুকনো থাকে, তবে বৃষ্টির পর সেখানে এসে পানি জমে) বা উপত্যকাসমূহ আবিষ্কারের চেষ্টা করতে ঘটায়। |
13 | وجاءت تصريحات مثيرة للاهتمام على مدونة ظفار غوتشي بشأن هذا الموضوع حيث أن شرطة عمان قررت اتخاذ إجراءات ضد جميع أولئك الذين أخذوا مخاطر غير محسوبة فيما يتعلق بأعقاب الأزمة: | যারা এই ঘূর্ণিঝড়ের পর অযৌক্তিকভাবে এই নিজেদের জীবন নিয়ে ঝুঁকি নিয়েছিল ওমানের রাজকীয় পুলিশের তাদের বিরুদ্ধে অভিযান সম্বন্ধে ধোফারি গুচ্চির ব্লগে এক কৌতুহলজনক মন্তব্য করা হয়েছে: |
14 | من الواضح أن شرطة عمان (أنظر الصورة أعلاه إن كنت تستطيع قراءة اللغة العربية - نُشرت الصورة في صحف اليوم) ستستجوب الذين وضعوا أنفسهم والآخرين في خطر عن طريق الذهاب إلى الأودية أو حتى ‘التحديق' (هواية العمانيّ المفضلة). | ঘটনার প্রমাণ নিয়ে রাজকীয় ওমানি পুলিশ বা রোপ (যদি আপনি আরবি পড়তে পারেন তা হলে ওপরের ছবিটি দেখুন- এটি আজকের সংবাদপত্রে ছাপা হয়েছে) তাদের জিজ্ঞাসাবাদ করবে যারা ওয়াদি বা উপত্যকায় অথবা একেবারে খাদের কিনারে দাঁড়িয়ে (যা ওমানীদের এক অন্যতম শখ) নিজের এবং অন্যদের জীবন বিপন্ন করার উপক্রম করেছিল। |
15 | وفقاً لزميلي المدون رياليتي (الحقيقة)، وهو ضابط في شرطة عمان، أن شرطياً غرق خلال محاولته إنقاذ طفل كان ‘يسبح' في الوادي. | আমার সহ ব্লগার রিয়ালিটির সূত্রানুসারে একজন রোপ বা ওমানি পুলিশ কর্মকর্তা পানিতে ডুবে মারা যায়, যে ওয়াদিতে সাতার কাটতে গিয়ে ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়েছিল। |
16 | أحيّي شرطة عمان على ذلك. | এই ঘটনার জন্য আমি রাজকীয় ওমানী পুলিশ বাহিনীর এই কর্মকর্তাকে অভিবাদন জানাই। |
17 | إنه لأمر مخيف أن تصبح الأعاصير شيئاً عادياً في عمان بوصفها ضحية لظاهرة الاحتباس الحراري. | বিশ্বের উষ্ণতা বৃদ্ধির কারণে ওমানে যদি ঘূর্ণিঝড়ের আঘাত হানা নিয়মিত বিষয় হয়ে দাঁড়ায় তা হলে তা শঙ্কার বিষয়। |
18 | ونأمل أن يكون ذلك غير صحيح. | আমরা আশা করি তেমনটা ঘটবে না। |
19 | يمكنك مشاهدة العديد من الصور لآثار الإعصار فيت في كل من مدونة أومنايزر (العمانيّ)، ظفار غوتشي، كيشر كاريبيا. | ফেট এর সৃষ্টি অনেক ধ্বংসযজ্ঞের ছবি ওমাননাইজার, ধোফার গুচ্চি এবং কিশোর কারিয়াপ্পার ব্লগে দেখতে পাবেন। |