Sentence alignment for gv-ara-20120913-25771.xml (html) - gv-ben-20120915-31275.xml (html)

#araben
1ليبيا: معذرة كريس، لم تستطع بنغازي حمايتكলিবিয়াঃ দুঃখিত ক্রিস, বেনগাজি আপনাকে রক্ষা করতে পারল না
2هذا المقال جزء من تغطيتنا الخاصة ل ثورة ليبيا 2011.এই পোস্টটি আমাদের লিবিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ।
3تجمع حشد صغير من الليبيين عند ميدان الشجرة في بنغازي يوم 12 من سبتمبر/أيلول لتظاهر اعتراضاً على الهجوم على مبنى قنصلية الولايات المتحدة.লিবিয়দের একটি ছোট সমাবেশ আজ [১২ই সেপ্টেম্বর,২০১২] আল শাজারা স্কয়ারে মার্কিন কনস্যুলেটের এর উপর হামলার প্রতিবাদে জমায়েত হয়েছিল।
4قُتل أربع دبلوماسيين من بينهم السفير الأمريكي كريستوفر ستيفنز بعد هجوم بعض المسلحين وإطلاق قذائف على القنصلية أثناء محاولة نقلهم لمكان آمن بعد محاصرة المتظاهرين لمبنى القنصلية.কনস্যুলেট ভবন ঘিরে ফেলার পর নিরাপদ স্থানে পালিয়ে যাবার সময় জঙ্গিদের রকেট নিক্ষেপের ফলে রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স সহ চার জন আমেরিকান নিহত হন।
5تفيد التقارير الإخبارية بأن المتظاهرين حاصروا القنصلية، إثر غضبهم من فيلم يسخر من الرسول محمد (صلى الله عليه وسلم)، الفيلم من إخراج أمريكي - إسرائيلي.খবরে বলা হয়েছে আমেরিকান-ইজরায়েলি একজন চলচ্চিত্র নির্মাতার ছবিতে নবী মোহাম্মদকে উপহাস করার প্রতিবাদে বিদ্রোহীরা কনস্যুলেট ভবন ঘিরে ফেলে।
6في القاهرة، نُظمت مظاهرة مشابهة، حيث تسلق المتظاهرون سور السفارة، ومزقوا العلم الأمريكي، واستبدلوه براية إسلامية.কায়রোতেও একই ধরনের প্রতিবাদের ঘটনা ঘটে, যেখানে বিদ্রোহীরা মার্কিন দূতাবাস দেয়ালে আঁশ ছাড়ায়, মার্কিন পতাকা পদদলিত করে এবং সেখানে ইসলামিক ব্যানার টাঙ্গিয়ে দেয়।
7أثار مقتل ستيفنز وثلاثة أمريكيين في قنصلية الولايات المتحدة غضب مستخدمي الإنترنت في المنطقة.মি স্টিভেন্স এবং অন্য তিন জন মার্কিন কনস্যুলেট স্টাফকে হত্যা করায় ঐ অঞ্চলের নেট নাগরিকরা নিন্দা জানিয়েছে।
8من بنغازي، يشاركنا على تويتر أحمد صنع الله بعض اللافتات التي حملها المتظاهرون في المظاهرة.বেনগাজি থেকে আহমেদ সানালা প্রতিবাদকারী দ্বারা কিছু প্রতিবাদের লক্ষণ টুইটারে শেয়ার করেছেনঃ তিনি টুইট করেছেনঃ
9تجمع البعض في ميدان الشجرة في بنغازي للتظاهر اعتراضاً على الهجوم على مبنى قنصلية الولايات المتحدة وطالبوا بتفعيل دور الشرطة والجيش@এসানালঃ #বেনগাজির আলশাজারা স্কয়ারে মার্কিন কনস্যুলেটের এবং ৪ জন কর্মরত সেনাবাহিনী ও পুলিশ এর উপর হামলার প্রতিবাদে ছোট সমাবেশ হয়েছে # লিবিয়া
10ومن بين الهتافات:তাদের কথা ছিল এরকমঃ
11@ASanalla:هذه ثوره شباب لا قاعدة لا إرهاب.@এসানালঃ এটা হচ্ছে যুবদের বিপ্লব-আল কায়েদা অথবা সন্ত্রাসবাদের নয়।
12هتفات المتظاهرين في ميدان الشجرةআল শাজারা স্কয়ারে এটাই ছিল অন্যতম উক্তি।
13إليكم بعض الصور التي نشرها صنع الله من التظاهرة.এখানে সানালার পোস্টকৃত প্রতিবাদকারিদের কিছু নির্বাচিত ছবি রয়েছে।
14كان كريس ستيفنز صديق لكل الليبيين.@এসানালঃ ক্রিস স্টিভেন্স সকল লিবিয়ানদের বন্ধু ছিলেন।
15الصورة من تظاهرة اليوم في بنغازيআজ #বেনগাজি থেকে তোলা প্রতিবাদের ছবি #মার্কিনদূতাবাসআক্রমন #লিবিয়া
16“كان كريس ستيفنز صديق لكل الليبيين”.ক্রিস স্টিভেন্স সকল লিবিয়ানদের বন্ধু ছিলেন।
17لافتة أخرى من تظاهرة بنغازي.#বেনগাজি থেকে তোলা প্রতিবাদের আরেকটি ছবি।
18نشر الصورة أحمد صنع الله الصورة على تويترছবিটি আহমেদ সানালা টুইটারে শেয়ার করেছেন।
19معذرة كريس، لم تستطع بنغازي حمايتك.@এসানালঃ দুঃখিত ক্রিস, #বেনগাজি আপনাকে রক্ষা করতে পারল না।
20الصورة من تظاهرة اليوم في بنغازيবেনগাজি থেকে তোলা আজকের প্রতিবাদের ছবি।
21متظاهر في بنغازي يحمل لافته تقول: “معذرة كريس، لم تستطع بنغازي حمايتك”.একজন বেনগাজি প্রতিবাদকারি একটি ব্যানার বহন করছে যেটি বলছেঃ দুঃখিত ক্রিস, বেনগাজি আপনাকে রক্ষা করতে পারল না।
22نشر الصورة أحمد صنع الله على تويترছবিটি আহমেদ সানালা টুইটারে শেয়ার করেছেন।
23لا يمثل القتلة والمجرمين بنغازي ولا الإسلام.@এসানালঃ খুনীদের সহযোগী গুণ্ডারা না #বেনগাজি না #ইসলামের প্রতিনিধিত্ব করে।
24الصورة من تظاهرة اليوم في بنغازي#বেনগাজি থেকে তোলা আজকের প্রতিবাদের ছবি।
25“لا يمثل القتلة والمجرمين بنغازي ولا الإسلام”.খুনীদের সহযোগী গুণ্ডারা ইসলামের প্রতিনিধিত্ব করে না।
26الصورة من تظاهرة اليوم نشرها أحمد صنع الله @ASanalla على تويترবেনগাজি থেকে তোলা আজকের প্রতিবাদের ছবিটি টুইটারে শেয়ার করেছেন আহমেদ সানালা ।
27هذا المقال جزء من تغطيتنا الخاصة ل ثورة ليبيا 2011.এই পোস্টটি আমাদের লিবিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ।