# | ara | ben |
---|
1 | | মরোক্কো: এক শিশু ব্লগার বিশ্বকে অভিবাদন জানাচ্ছে |
2 | | ২০০৮ সালে সালমা যখন তার ব্লগ লিখতে শুরু করে [আরবী ভাষায়] তখন তার বয়স ৬ বছর মাত্র। |
3 | المغرب: مدونة صغيرة ترحب بالعالم | সম্ভবত সে মরোক্কোর সবচেয়ে কনিষ্ঠ ব্লগার। |
4 | | সে সময় থেকে সে বিশ্বকে এইসব শব্দ দিয়ে অভিবাদন জানিয়েছে: |
5 | سلمى ترحب بكم | আমার বন্ধুরা সব, কেমন আছ! |
6 | حين بدأت سلمى التدوين عام 2008، كانت لا تزال في السادسة من عمرها، وعلى الأغلب أصغر مدونة مغربية. | আমার ব্লগে স্বাগতম। আমার নাম সালমা। |
7 | رحبت بالعالم بهذه الكلمات: | আমার বয়স ছয় বছর ছয় মাস। |
8 | مرحبا يا أصدقاء بكم في مدونتي أنا اسمي سلمى عمري ست سنوات ونصف أدرس بالقسم الأول بمدرسة الجاحظ أنشأ لي أبي مدونة هنا لأكتب فيها اسمي والعنوان وأعرفكم بعمري وأعرفكم باسم معلمي وإذا كتبت كتابة ورسمت رسما سوف أعملهم في المدونة | “আল জাহেদ” বিদ্যালয়ের আমি প্রথম শ্রেণীতে (গ্রেড ওয়ান) পড়ি। আমার বাবা আমার জন্য এই ব্লগটি তৈরি করে দিয়েছে, যাতে আমি আমার নাম, বয়স, এবং ঠিকানা লিখতে পারি এবং আমার শিক্ষকদের তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। |
9 | سلمى ليست مدونة تقليدية، فمن حين لآخر، وتحت إشراف أهلها، تكتب وتنشر قصص قصيرة وصور عن مدرستها وأساتذتها. | যদি আমি কোন কিছু লিখি বা আঁকি, তাহলে সেটিকে আমি আমার ব্লগে তুলে দেব। |
10 | | যদি সালমা নিয়মিত ব্লগ লেখে না, তবে মাঝে মাঝেই সে ব্লগে লিখে থাকে এবং তার পিতামাতার তত্বাবধানে সে ছোট গল্প এবং তার স্কুল এবং শিক্ষকদের ছবি পোস্ট করে থাকে: |
11 | وبعد انقطاع طويل وجدت سلمى بعض الإلهام مجدداً (في ابريل / نيسان الماضي) وقامت بمشاركة مغامراتها المدرسية في الصف مع قرائها: | স্কুলে সালমা পুরস্কার গ্রহণ করছে |
12 | | লম্বা সময় বিরতির পর সালমা আবার তার উৎসাহ ফিরে পেয়েছে (এপ্রিল মাসে) এবং তার পাঠকদের জানাচ্ছে তার শ্রেণীকক্ষে সে কি রকম হয়রানির শিকার হয়। |
13 | سلمى تستلم جائزة في المدرسة | সে লিখেছে: |
14 | زميلتي التي تجلس إلى جانبي في قسم اللغة العربية تحب نفسها كثيرا وتظن أنني ضعيفة وهي قوية لقد أصبحت أكره قسم اللغة العربية بسبب مضايقتها لي وهي تدفعني عند قراءة النص وتلدغني بأظافرها فلا أركز مع أستاذي الذي لايهتم بمشكلتي فأنا أشتكي له وهولا يعاقبها ولم ينقلها من قربي ولهذا قررت إذا لدغتني ألدغها و إذا دفعتني أدفعها ولن أسمح لها بمضايقتي مرة أخرى. | আমার সহপাঠী যে আরবী ভাষার শেখার ক্লাসে আমার পাশে বসে, সে নিজেকে নিয়ে খুব বড়াই করে এবং সে মনে করি আমি দুর্বল এবং সে শক্তিশালী। আমি আরবি ভাষা শিক্ষাকে ঘৃণা করতে শুরু করলাম, কারণ এই ক্লাসে সে আমাকে হয়রানি করেই যাচ্ছে। |
15 | ليس من الواضح عدد المدونين الأطفال الموجودين في فضاء التدوين المغربي وقد يتساءل البعض عن العمر الذي يجب أن يصل إليه الطفل قبل أن يمتلك مدونة، لكن هناك شيء واحد مؤكد: كتابات سلمى الصادقة والواضحة تجعل مدونتها فريدة ومثيرة وتستحق المتابعة. | যখনই আমি কোন পড়া পড়তে যাই তখনই সে ধাক্কা দেয় এবং চিমটি কাটে। আমি আমার শিক্ষকের প্রতি মনোযোগ দিতে পারি না আর তিনি কিনা আমার সমস্যার প্রতি খেয়াল করে না। |
16 | | এমনকি যদিও আমি শিক্ষকের কাছে এই বিষয়ে অভিযোগ করি, তখন তিনি ওই দুষ্ট মেয়েটাকে শাস্তি দেন না, অথবা তাকে অন্য আসনে গিয়ে বসতে বলেন না। |
17 | | এই কারণে এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি সে আমাকে চিমটি কাটে তাহলে আমি তাকে চিমটি কাটব এবং যদি সে ধাক্কা দেয় তাহলে আমিও ধাক্কা দেব, এরপর থেকে তাকে আর আমাকে ভয় দেখাতে দেব না। |
18 | | এটা পরিষ্কার নয় যে মরোক্কোর ব্লগস্ফেয়ারে কতগুলো শিশু ব্লগার রয়েছে এবং অনেকে হয়ত বিস্মিত হতে পারে যে একটা ব্লগ লেখা শুরু করার ক্ষেত্রে একটি শিশুর বয়স কত হতে পারে, তবে একটা বিষয় এখানে নিশ্চিত করে বলা যায়: সালমার আন্তরিক এবং খোলামেলা লেখা তার ব্লগকে পাঠের জন্য আলাদা এবং কৌতুহলজনক করে তুলেছে। |
19 | | তাকে উৎসাহ প্রদান এবং অনুসরণ করা উচিত। |