Sentence alignment for gv-ara-20100405-4042.xml (html) - gv-ben-20100408-10283.xml (html)

#araben
1المغرب: نوفل وتجربته مع الرقابة نوفل مدون مغربي موهوب.মরোক্কো: সীমান্তের বাইরের নিষেধাজ্ঞা নিয়ে নওফেলের অভিজ্ঞতা
2رُشح مؤخراً موقعه الإلكتروني لجائزة البوبز الدولية الألمانية Deutsche Welle's 2010 BOBs تحت تصنيف أفضل مدونة عربية.নওফেল চারা মরোক্কোর প্রতিভাবান একজন ব্লগার। তার ওয়েবসাইট সম্প্রতি ডয়েশে ভেলের ২০১০ ববস আন্তর্জাতিক পুরষ্কারের জন্য মনোনীত হয়েছে সর্বশ্রেষ্ঠ আরব ব্লগ শ্রেনীতে।
3آراء نوفل النارية في الناس وفي حجم القوة في بلده والعالم العربي عادةً ما تمثل صفعة تجلب رد فعل قويا من قاعدة قرائه العريضة.নওফেলের সাধারণত: তার দেশের মানুষ সম্পর্কে আর আরব বিশ্ব সম্পর্কে বিদ্রূপাত্মক দৃষ্টিভঙ্গী প্রায় ভালো সাড়া ফেলে দেয় তার বিশাল পাঠকশ্রেণীর মধ্যে।
4يتوقع المرء أن الصوت المعارض دائماً مهدد من قبل أنظمة الرقابة المحلية، إلا إن دهشة نوفل كانت كبيرة عندما أدرك أن مدونته في الواقع قد منعت خارج حدود بلاده.মনে হতে পারে একটি প্রতিবাদী কণ্ঠ কেবলমাত্র স্থানীয় স্বৈরাচারী কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা দ্বারা প্রতিহত হতে পারে, কিন্তু নওফেলের জন্য বড় বিস্ময় ছিল যখন তিনি জানতে পারেন তার ব্লগ আসলে সীমান্তের বাইরে নিষিদ্ধ হয়েছে।
5وفي التالي محاورة قصيرة، يوضح فيها نوفل كيف علم بشأن الحظر وهل أثر ذلك الأمر على كتاباته.নীচের সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এই ব্লগার জানিয়েছেন তিনি নিষেধাজ্ঞা সম্পর্কে কি করে জানতে পারলেন আর এটার প্রভাব তার লেখার উপরে কিভাবে পড়েছে।
6هل يمكنك أن تحدثنا عن مدونتك ونوعية المواضيع التي تقوم بطرحها؟ حسنا ..আপনি কি আপনার ব্লগের পরিচয় করিয়ে দেবেন আর আপনি কি ধরনের বিষয়ে লেখেন তা জানাবেন?
7في مدونتي أكتب عن كل شيء ..
8عن الديمقراطية الغائبة .. عن حقوق الإنسان التي لم نجدها بعد وعن يوميات الوطن العربي ..আমার ব্লগে, আমি সব কিছু নিয়ে লিখি: গণতন্ত্রের না থাকা, মানবাধিকার লঙ্ঘন আর আরব বিশ্বের প্রতি দিনের জীবন নিয়ে।
9باختصار عن وجهة نظري في الأحداث التي تقع.সংক্ষেপে বিভিন্ন ঘটনা নিয়ে আমার মত আমি লিখি।
10كيف تبينت أن موقعك قد مُنع في بعض البلدان العربية؟আপনি কি করে জানতে পারেন যে কিছু আরব দেশে আপনার ব্লগ ব্লক করা হয়েছে?
11كنت أتحدث مع الزميلة لينا بن مهني من تونس حول حجب مدونتها، بعدها أخبرتني أن مدونتي محجوبة هناك، في اليوم التالي كنت أدعو بعض الأصدقاء إلى التصويت على مدونتي في جائزة البوبز، حيث تأهلت إلى المرحلة النهائية ..তিউনিশিয়ার সহকর্মী লিনা বেন মেন্নির সাথে তিউনিশিয়ায় তার ব্লগে নিষেধাজ্ঞার ব্যাপারে কথা বলার পরে তিনি বলেন যে আমার নিজের ব্লগও ওখানে ব্লক করা। পরের দিন ববস আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতায় আমার ওয়েবসাইটের জন্য ভোট দিতে আমি আমার কিছু বন্ধুর সাথে যোগাযোগ করছিলাম, তখন আমি জানতে পারি যে আমার ব্লগ সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতে নিষিদ্ধ।
12عندها علمت أن المدونة حجبت في السعودية والإمارات.
13كيف تفسر هذا الحظر الرقابي؟আপনি এই সেন্সরশিপকে কিভাবে ব্যাখ্যা করেন?
14في تونس الأمر بديهي، كل تضامن مع نشطاء حقوق الإنسان هناك يؤدي إلى المنع ..তিউনিশিয়াতে কারণ পরিষ্কার: মানবাধিকার কর্মীদের সাথে একাত্মতার কোন নিদর্শন সেখানে অবশ্যই নিষেধাজ্ঞার সম্মুখীন হবে।
15السعودية تفعل نفس الأمر مع من تعتبرهم أصوات علمانية ..সৌদি আরব একই কাজ করছে সেই সব কন্ঠের সাথে যাদেরকে তারা বেশী ধর্ম নিরপেক্ষ মনে করছেন।
16الإمارات هي علامة الاستفهام ولا أدري لماذا حجبت مدونتي هناك.সংযুক্ত আরব আমিরাত নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আমার কোন ধারণাই নেই আমার ব্লগ কেন ওখানে নিষিদ্ধ হল।
17وما رد فعل قرائك؟আপনার ব্লগের পাঠকদের প্রতিক্রিয়া কি ছিল?
18اجتمعت الآراء حول أن حجب المدونة في دول تقيد حرية التعبير وتوضع دائماً في أسفل ترتيب حقوق الإنسان هو نيشان للمدونة.মতামত একটিই ছিল: যারা প্রকাশের স্বাধীনতার ব্যাপারে কঠোরতা অবলম্বনে পরিচিত আর তাদের নিম্নমানের মানবাধিকার রেকর্ড আছে সেইসব দেশ দ্বারা নিষিদ্ধ হওয়া একটি ব্লগের জন্য সম্মানের তলোয়ার।
19هل تأثر أسلوبك في الكتابة بعد هذا المنع؟এই নিষেধাজ্ঞা আপনার ব্লগে লেখার ধরনে কি প্রভাব ফেলবে?
20قطعاً لا ..অবশ্যই না।
21أسلوبي وكتاباتي وجدوا قبل المدونة ..আমি আজও সেইভাবে লিখি যেমন ব্লগ শুরু করার আগে লিখতাম।
22حجبها هناك لا يعني لي شيئاً سوى ضياع قراء محتملين للمدونة.এই নিষেধাজ্ঞার কোন মূল্য আমার কাছে নেই পাঠকদের সম্ভাব্য ক্ষতি ছাড়া।
23هل توجد طرق للتحايل على هذه الرقابة؟
24خبرتي بالأمور التقنية ضحلة للغاية ..এই সেন্সরশিপ পাশ কাটানোর উপায় কি আছে?
25و لا أدري فعلاً إن وجدت طرق للالتفاف حول الحجب. هل تود إضافة شيء في الختام؟আমার প্রযুক্তিগত অভিজ্ঞতা খুব সীমিত আর আমি আসলেই জানি না এই নিষেধাজ্ঞা কার্যকরভাবে পাশ কাটানো যাবে কিনা।
26فقط شكري لمن راسلوني أو من عبـّروا لي عن مساندتهم..কোন শেষ চিন্তা? আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সমর্থন করেছেন।
27* منشور أيضا في دفاع أصوات عالمية.* এই লেখা গ্লোবাল ভয়েসেস এডভোকেসিতেও প্রকাশিত হয়েছে।