Sentence alignment for gv-ara-20110604-11460.xml (html) - gv-ben-20110604-17809.xml (html)

#araben
1إيران: ناشطة بحقوق المرأة تموت أثناء تشييع جنازة والدهاইরানঃ পিতার শবযাত্রায় নারী অধিকার কর্মীর মৃত্যু
2توفيت صباح الأمس هاله سحابي، الناشطة الإيرانية بحقوق المرأة إثر معاملة قاسية تعرضت لها من رجال الأمن خلال تشييع جثمان والدها المعارض السياسي عزت الله سحابي.হালেহ সাহাবি ইরানের এক নারী অধিকার কর্মী, গতকাল সকালে নিরাপত্তা কর্মীদের বাজে আচরণের কারণে তার মৃত্যু ঘটেছে। তার পিতা এজাতোল্লার শবযাত্রায় অংশ নেবার সময় এই ঘটনা ঘটে।
3হালেহ-এর পিতা এজাতোল্লার সাহাবি একজন প্রখ্যাত স্বদেশপ্রেমী রাজনৈতিক নেতা ছিল।
4وقد كانت هالة في مقدمة المشيعين وتحمل في يديها ورداً وصورة لوالدها، عندما تقدم رجل أمن يرتدي ملابس أمنية وحاول إبعاد الصورة منها.হালেহ যখন ফুল আর তার ছবি নিয়ে তার পিতার এই শবযাত্রায় নেতৃত্ব দিচ্ছিলো, সে সময় সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরা তাদের উপর আঘাত হানে এবং ছবি ছিঁড়ে ফেলার চেষ্টা করে।
5وقال شهود عيان أن رجال الأمن استخدموا هراوات وأنها انهارت وماتت في طريقها إلى المستشفى.প্রত্যক্ষদর্শীদের বলেন যে নিরাপত্তা কর্মীরা লাঠি দিয়ে আঘাত করে এবং এই আঘাতে সে পড়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।
6عزت الله وهالة سحابيএজাতোল্লাহ এবং হালেহ সাহাবি
7وكان خبر موتها المفاجئ عنواناً رئيسياً للعديد من المواقع الإخبارية، وانتشرت في المدونات وفيسبوك صورتها مع والدها (بالأعلى) ، وصور جثتها وفيلم للمشيعين.তার এই অসময়োচিত মৃত্যু বেশ কিছু ইন্টারনেট নিউজ ওয়েবসাইটে শিরোনাম হয়। হালেহ ও তার পিতার ছবি (উপরে) এবং তাদের নিষ্প্রাণ দেহ আর তাদের শোকের কান্নার উপর ধারণ করা চলচ্চিত্র ফেসবুক এবং ব্লগে প্রকাশিত হয়েছে।
8شجع المدون الإيراني زيد كوديتا (مناهضة الانقلاب) الناس على الصعود لأسطح المنازل والهتاف بشعارات مناهضة للنظام احتجاجاً على ما حدث لهالة.ইরানের বগ্লার জেদা কোদেতা (অভ্যুথান বিরোধী) ইরানের জনগণকে উৎসাহ প্রদান করেছে [ফার্সী ভাষায়) তারা যেন হালেহ-এর ক্ষেত্রে যা ঘটেছে তার বেলায় ছাদে উঠে সরকার বিরোধী স্লোগান দেয়।
9كتب آرتينوز، مدون آخر يقول:আরেকজন ব্লগার আর্টেনুস লিখেছে [ফার্সী ভাষায়]:
10كانت هالة، الناشطة بحقوق المرأة، والباحثة في علوم القران في 56 من عمرها.হালেহ-এর বয়স ছিল ৫৬ বছর। সে ছিল এক নারী অধিকার কর্মী এবং পবিত্র গ্রন্থ কোরান গবেষক।
11যখন আহমাদিনেজাদ দ্বিতীয় দফায় ক্ষমতায় আসে সে সময় ৫ আগস্ট, ২০০৯ তারিখে হালেহ গ্রেফতার হয়েছিল।
12اعتقلت في 5 أغسطس، 2009 عندما انتخب محمد أحمدي نجاد للمرة الثانية. وكانت أحد المعارضين إلى جانب البرلمان الإيراني.ইরানের সংসদের পাশে যে প্রাতিবাদের আয়োজন করা হয়েছিল তাতে যারা সেখানে উপস্থিত হত, হালেহ ছিল তাদের মধ্যে অন্যতম।
13وتعرضت للضرب على يد قوات الأمن.নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে প্রহার করেছিল…।
14وقد كانت تؤمن أنك تستطيع رؤية المساواة بين الرجل والمرأة إذا قرأت القرآن بعين حال المرأة واهتماماتها.সে বিশ্বাস করত, যদি কেউ নারীর চোখে এবং চিন্তায় কোরান পাঠ করে, তাহলে যে কেউ নারী এবং পুরুষের মাঝে সমতা খুঁজে পাবে।
15كتب أيضاً المدون تواتر يقول:ব্লগার টোওয়েটার লিখেছে [ফার্সী ভাষায়]:
16كم هالة سحابي يجب أن نقتلها حتى ننتهي من لامبالاتنا ؟আমাদের সমতার জন্য আর কত হালেব সাহাবি নিহত হবে?
17إلى متى يجب أن ننتظر وأن نكون راضين برؤية أوباما يقول: ” المظاهرات الأولى في المنطقة بدأت في إيران” ؟আর কতকাল আমরা অপেক্ষা করব, এবং ওবামার এই ভাষণ শুনে খুশি হব, যে বলবে, এই অঞ্চলের প্রথম বিক্ষোভ প্রদর্শন শুরু হবে ইরান থেকে?
18ولم لا نتعلم من مصر، وتونس، ومن الحركة البطولية الشعبية في سوريا ؟কেন আমরা মিশর, তিউনেশিয়া এবং সিরিয়ার জনতার বীরত্বপুর্ণ আন্দোলন থেকে উৎসাহ গ্রহন করব না?
19ألم يعد أحد يتذكر [المثل الإيراني] ' تكون قد فعلت شيئاً إذا أنهيته' ؟কেউ কি [ইরানের এই প্রবাদের কথাটি] শোনেনি, “ আপনি যদি কোন কাজ শেষ করতে চান, তাহলে আপনাকে তা শুরু করতে হবে?