Sentence alignment for gv-ara-20111006-14237.xml (html) - gv-ben-20111001-20420.xml (html)

#araben
1العالم العربي: جائزة نوبل للسلام لناشطي الثورة على الإنترنت؟আরব বিশ্ব: বিপ্লবী নেট নাগরিকদের জন্য নোবেল শান্তি পুরষ্কার?
2يضج تويتر هذا المساء بالترقب بينما يتم تداول مجموعة من أسماء نشطاء عرب كمرشحين محتملين لجائزة نوبل للسلام للأدوار التي لعبوها في الثورات العربية.আজ রাতে টুইটার, উত্তেজনার সাথে এক গুঞ্জনে ভরে যায় যখন আরব বিপ্লবে ভূমিকার জন্য আরব নেট নাগরিকদের নাম নোবেল শান্তি পুরস্কারের ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারিত হতে শুরু হয়।
3المصريان وائل غنيم (@Ghonim) وإسراء عبدالفتاح (@Esraa2008) بالإضافة لشباب حركة 6 أبريل منضماً إليهم كاتبة الأصوات العالمية والمدونة التونسية لينا بن مهني (@benmhennilina)، صاحبة مدونة بنية تونسية، وفقاً لتقرير من وكالة رويترز. الجائزة سوف يعلن عنها في 7 أكتوبر/تشرين الأول.মিশরীয় নাগরিক ওয়াএল ঘানিম এবং (@ ঘোনিম) এবং এসরাআব্দেলফাত্তাহ (@ এসরা২০০৮), ৬ এপ্রিল যুব আন্দোলন (এপ্রিল ৬ ইয়োথ মুভমেন্ট), গ্লোবাল ভয়েসেস অনলাইন-এর তিউনিশীয় লেখিকা এবং ব্লগার লিনা বেন মেহেন্নি (@বেনমেহন্নিলিনা), যে কিনা এ তিউনিশিয়ান গার্ল নামে ব্লগ করে থাকে, এরা সবাই নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য তালিকায় রয়েছে, রয়টার্সের এক সংবাদে এই তথ্য জানা গেছে।
4كلاً من غنيم وعبدالفتاح ساهما في الثورة المصرية عبر نشاطهم على الإنترنت.৭ অক্টোবর পুরষ্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিপ্লব সংঘটিত এক মুক্ত এলাকা” ছবি ফ্লিকার ব্যবহারকারী খালিদ আলবাইয়াহর (সিসি বাই ২.
5حصل غنيم على الشهرة عالمياً بعد أن اعتقل لمدة 11 يوماً أثناء الثورة.০) সাইবার-এক্টিভিজমের মাধ্যমে ঘোনিম এবং আব্দেলফাত্তাহ উভয়ে মিশর বিপ্লবের ক্ষেত্রে অবদান রেখেছে।
6تبين لاحقاً أن وائل غنيم الذي يعمل في جوجل كان أحد الإداريين في صفحة فيسبوك المساندة لقضية مقتل خالد سعيد.মিশরের বিপ্লবের সময় ঘোনিম ১১ দিন কারাগারে বন্দী থাকা অবস্থায় বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে। পরে আবিষ্কার হয় যে গুগলের এই নির্বাহী ছিলেন খালেদ সাইদের সমর্থনে ফেসবুকে তৈরি করা পৃষ্ঠার অন্যতম এক অ্যাডমিনিস্ট্রেটর।
7كلنا خالد سعيد كانت قد انشئت تخليداً لذكرى الشاب من الإسكندرية، الذي أدى مقتله البشع على يد أفراد الشرطة إلى إشعال التظاهرات تنديداً بقمع الشرطة.আমরা সবাই খালেদ সাইদ (ইউ আর অল খালেদ সাইদ) নামক ফেসবুকের এই পাতাটি আলেকজান্দ্রিয়ার এই তরুণের স্মরণে তৈরি করা হয়, পুলিশ কর্মকর্তা হাতে যার নির্মম হত্যাকান্ডের ঘটনার ফলে পুলিশের নিষ্ঠুরতার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখা দেয়।
8تاريخ بداية ثورة 25 يناير نفسه كان اختير لتصادفه مع يوم الشرطة، اليوم الذي اختاره المتظاهرون الشباب ليظهروا ضد عنف الشرطة وضد فساد وتجاوزات النظام.২৫ জানুযারিকে বিপ্লব দিবস ঘোষণা করা হয়, ঘটনাক্রমে সে দিনটি ছিল পুলিশ দিবস। পুলিশের নির্মমতার বিরুদ্ধে এবং শাসকরা যে সমস্ত অন্যায় করেছে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের জন্য তরুণরা এই দিনটিতে তাদের কণ্ঠস্বর তুলে ধরে।
9إسراء عبدالفتاح هي واحدة من المؤسسين المشاركين لمجموعة 6 إبريل على الفيس بوك، والتي أنشئت في 2008، منادية ليوم اضراب عام في كافة أنحاء مصر لدعم العمال في مصانع غزل النسيج في منطقة المحلة الكبرى.এসরা আব্দেলফাত্তাহ নামক ভদ্রমহিলা, ৬ এপ্রিল ফেসবুক গ্রুপ, নামক পাতার অন্যতম এক প্রতিষ্ঠাতা, যা ২০০৮ সালে তৈরি করা হয়। মিশরের এল মহল্লা এল কুবরা নামক বস্ত্রশিল্প এলাকা জুড়ে শ্রমিকদের ডাকা একদিনের সাধারণ ধর্মঘটের প্রতি সমর্থনে-এই পাতা সৃষ্টি করা হয়।
10এ ছাড়াও এই দিনটিকে ক্রোধের দিন (দি ডে অফ এ্যাঙ্গার) নামে অভিহিত করা হয়।
11يوم الغضب، كما سُميّ، لعب كثورة تجريبية ومصغرة، من ناحية تحريكه للشباب على الانترنت واستخدامه للشبكات الاجتماعية لابقاء العالم مواكباً لحظة بلحظة للتطورات على الأرض.মূলত এটি বিপ্লবের পূর্বাবস্থা হিসেবে কাজ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহারের মাধ্যমে অনলাইনে তরুণদের সংগঠিত করা এবং সেখানে কি ঘটছে সেই বিষয়ে সারা বিশ্বকে জানানোর জন্য এই পাতা সৃষ্টি করা হয়েছিল ।
12ومثلما غنيم، تعرضت عبدالفتاح أيضاً للاعتقال بسبب نشاطها الالكتروني.ঘোনিমের মত, আব্দেল ফাত্তাহ তার অনলাইন কার্যক্রমের জন্য গ্রেফতার হয়েছিলেন।
13بينما لم يبدأ مجتمع التدوين في تداول التخمينات حيال ترشيح بن مهني، تويتر يضج بردات فعل المصريين حيال خبر ترشيح وائل غنيم وإسراء عبدالفتاح.এদিকে তিউনিশিয়ার ব্লগোস্ফেয়ার এখনো বেন মেহন্নির সম্ভাব্য মনোনয়নের সংবাদ তেমন একটা আলোড়িত নয়, টুইটার কেবল ঘোনিম এবং আব্দলফাত্তাহ-এর মনোনয়নের সংবাদে মিশরীয় টুইটারের প্রতিক্রিয়ার সাথে মৃদু কন্ঠ মিলিয়েছে। ওমার এলহাদি মনোনয়নপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছে:
14عمر الهادي يهنئ المرشحين:@আসাদএক্স: ওয়াএল, এপ্রিল ৬ এবং এসরাকে অভিনন্দন।
15مبروك لوائل و6 أبريل وإسراء، ترشيحكم لنوبل فخر شخصي لي، وتكريم لكل شباب مصر الأحرار @Ghonim @GhostyMaher @Esraa2008তোমাদের নোবেল শান্তি পুরস্কারে জন্য মনোনয়ন লাভের যোগ্যতা অর্জন ব্যক্তিগতভাবে আমার জন্য এক গর্বের উৎস এবং মিশরের সকল তরুণ এবং মুক্ত মানবের জন্য সম্মানের বিষয়। ডালিয়া মোঘাদ ব্যাখ্যা করেছে :
16ترشيح غنيم وإسراء لجائزة نوبل للسلام هو طريقة المجتمع العالمي في الإشادة بالثورة المصرية ككل.@ ডিমোঘাদ: : @ ঘোনিম এবং এসরা, নোবেল শান্তি পুরস্কারে জন্য মনোনীত হওয়ার মানে আন্তর্জাতিক সম্প্রদায় সামগ্রিকভাবে #ইজিপশিয়ানরেভ্যুলুশন বা মিশর বিপ্লবের উপর আলো ফেলল ..
17جيجي إبراهيم تتساءل:গিগি ইব্রাহিম প্রশ্ন করেছে :
18ماذا عن ترشيح الشعب المصري الثائر لجائزة نوبل للسلام؟!!@জিস্কোয়ার৮৬: মিশর বিপ্লবের নাগরিকদের নোবেল শান্তি পুরষ্কারে মনোনয়ন পবার বিষয়টির কি হল?!!
19بينما يلخص أحمد حسن طنطاوي الموضوع بالقول:এবং আহমেদ হাসান তান্তাউয়ি এর সারমর্ম করেছে, যা নীচে প্রদান করা হল :
20العديد من النشطاء المصريين يغارون من غنيم، إسراء وحركة 6 أبريل لترشحهم لجائزة نوبل للسلام.. ياله من أمر مخجل@ তান্তাউয়ি:অনেক মিশরীয় একটিভিস্ট, নোবেল শান্তি পুরস্কার এর জন্য মনোনীত হওয়ায় ঘোনিম, এসরা এবং ৬ এপ্রিলের প্রতি ঈর্ষাপরায়ণ ,কি এক লজ্জা# ফেল#ইজিপ্ট
21وائل غنيم، على وجه التحديد أصبح تحت الهجوم لترشيحه.এই মনোনয়ন লাভের ঘটনায় বিশেষ করে ঘোনিম সমালোচনার মুখে পড়েছে।
22أرابيستا تقرع الجرس:আরাবিস্টা বলছে:
23غنيم لايستحق [الجائزة]. هناك العديد من الأبطال المجهولين الذين كانوا أكثر شجاعة.@আরাবিস্টা: @জাস্টআমিরা # ঘোনিমের এটা প্রাপ্য নয়, অনেক অখ্যাত বীর ছিল, যারা এই বিপ্লবে অনেক বেশি সাহস প্রদর্শন করেছে.
24هو فقط جيد في التسويق لنفسهসে আসলে নিজেকে খুব ভালভাবে প্রচার করতে সক্ষম হয়েছে।
25بينما رد توم جارا دفاعاً عن غنيم:এদিকে টম গারা ঘোনিমকে রক্ষায় এগিয়ে এসেছে, সে বলছে:
26من غير المنصف قول هذا. غنيم لم يكن مستميتاً للحصول على اهتمام الاعلام بأي شكل.@টমগার: @ আরাবিস্টা, এই কথাটা বলা আসলে খুব অন্যায়, এই ব্যক্তিটি প্রচার মাধ্যমের সামান্যতম প্রিয়পাত্র নয়।
27هو يرفض أغلب طلبات وسائل الاعلام الأجنبية.সে প্রায় সকল সব বিদেশী মিডিয়ার অনুরোধ অগ্রাহ্য করেছে>@জাস্টআমিরা
28طارق شلبي يقدم إيضاحاً:তারেক শালাবাই এর একটা ব্যাখ্যা দেবার চেষ্টা করেছে।
29الناس لا تتخيل مدى الضغوط التي يتعرض لها وائل منذ إطلاق سراحه وخصوصاً الآن بعد ترشيحه.@তারেকশালাবাই:বিশেষ করে মুক্তির পর @ ঘোনিমের উপর যে চাপ ছিল এবং এখন মনোনয়ন লাভের পর যে যে অপরিসীম চাপ তৈরি হয়েছে, মানুষ তা বুঝতে পেরেছে।
30هو لم يختر أياً من هذا.সে নিজে এর কোনটাই পছন্দ করেননি।
31يضيف محمد عبد الفتاح:মোহাম্মেদাব্দেলফাত্তাহ এর সাথে যোগ করেছে:
32كل الدعم لغنيم والأماني برؤيته يفوز بجائزة نوبل.@এমফাত্তাহ ৭: @ঘোনিমের প্রতি সকল সমর্থন রইল এবং দেখতে চাই যে সে নোবেল শান্তি পুরষ্কার লাভ করেছে।
33شخص من جيلنا يمكننا جميعاً أن نفخر به.আমাদের প্রজন্মের একজন, আমাদের সবার জন্য এক গর্ব
34في الوقت ذاته، لدى الليبي غازي غبلاوي تحفظ من نوع آخر.এদিকে লিবিয়ার ঘাজি ঘেবলাউয়ির। এই বিষয়ে ভিন্ন এক চিন্তা রয়েছে, সে টুইট করেছে :
35كتب: أتمنى أن تبقى جائزة نوبل للسلام بعيدة عن الثورات العربية، مصداقية هذه الجائزة كان مشكك بها لأكثر من مرة، أخشى أن تهمش النضال الصادق لأجل الحرية.@ঘেবলাউয়ি: আশা করি #নোবেল শান্তি পুরস্কার আরব বিপ্লব থাকে দূরে থেকে থাকবে, অনেকবার এর সুনাম কলঙ্কিত হয়েছে, শঙ্কা রয়ে যায় যে, এই ঘটনা না আবার প্রকৃত স্বাধীনতা সংগ্রামকে মূল্যহীন করে ফেলে।