Sentence alignment for gv-ara-20110210-9248.xml (html) - gv-ben-20110211-15586.xml (html)

#araben
1مصر: هل تم الإفراج على وائل غنيم؟মিশর: ওয়ায়েল ঘোনিমকে ছেড়ে দেওয়া হয়েছে?
2هذا المقال هو جزء من تغطيتنا لمظاهرات مصر 2011এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ
3تحديث: لقد سمعنا تناقضات كثيرة حول هذه القصة و ننتظر أدلة جديدة حول الإفراج عن وائل غنيم.Update: এই ঘটনার ক্ষেত্রে আমরা বেশ কিছু পরস্পর বিপরীত সংবাদ পেয়েছি এবং আমরা আরো প্রমাণের অপেক্ষা করছি, যাতে নিশ্চিত হয় যে ঘোনিমকে আসলেই ছেড়ে দেওয়া হয়েছে।
4ইতোমধ্যে, ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের উদ্ধৃতি প্রদান করেছে, যারা জানাচ্ছে, ঘোনিমকে যে মুক্তি প্রদান করা হয়েছে তার নিশ্চিত সংবাদ তাদের কাছে রয়েছে।
5যখন মিশরীয় নাগরিকরা ক্রমাগত মুবারক সরকারের অপসারণ দাবি করে আসছে, সে সময়ের প্রেক্ষাপটে মিশরীয় সাইবার একটিভিস্ট এবং গুগলের কর্মী ওয়ায়েল ঘোনিমকে আজ ছেড়ে দেওয়া হয়েছে।
6في نفس الوقت، تحدث The Wall Street Journal الى مصدر أمني امريكي بأن جاء بيان مؤكد بالإفراج عن وائل غنيم.ছড়িয়ে পড়া ক্রমাগত এই বিক্ষোভের ১৪ তম দিনেও সারা মিশর জুড়ে মুবারক সরকারের পতনের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
7تم الإفراج عن الناشط و مدير تسويق شركة جوجل وائل غنيم، كما استمر المصريين في مظاهراتهم ضد النظام الحاكم.২৮ জানুয়ারি থেকে ঘোনিমের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সে সময় তাহরির স্কোয়ারের বিক্ষোভকারীরা তাদের মুখপাত্র হিসেবে তার নাম উল্লেখ করে।
8توسعت انتشار المظاهرات لليوم الرابع عشر في مصر تطالب مبارك بالتنحي كرئيس.ঘোনিমের মুক্তির দাবিতে বিক্ষোভকারীরা সরকারকে চাপ প্রয়োগ করে।
9غنيم، الذي اختفى يوم 28 يناير، اطلق عليه المتحدث بأسم المتظاهرين في التحرير،حتى يتم الضغط علي الحكومة للإفراج عنه.তারা ফেসবুকে, একটি গ্রুপে, যার এডমিনিষ্ট্রেটর ঘোনিম, এবং অন্য সামাজিক প্রচার মাধ্যমে দেশটিতে পরিবর্তনের আহ্বান জানিয়েছিল।
10المظاهرة بدأت عن طريق عمل جروب على موقع فيسبوك، تحت إدارة غنيم ووسائل إعلام أخرى، بدأت كهتاف واسع للتغير في البلد.মিশরীয় টিভি চ্যানেল গতকাল ঘোষণা দেয় যে, ঘোনিমকে আগামীকাল কায়রোর স্থানীয় সময় বিকেল ৪টায় মুক্তি প্রদান করা হবে।
11কিন্তু তার মুক্তির আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে নিশ্চিত হবার জন্য সমর্থকদের এক ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হয়।
12أعلن التليفزيون المصري بأنه سوف يتم إطلاق صراح غنيم الساعة 4 مساء بتوقيت القاهرة، لكن كان على المؤيدين الإنتظار لمدة ساعة حتى يتم التأكد.যদিও সংবাদ মাধ্যম, টুইটার ব্যবহারকারী, এবং তার সাথে যাদের যোগাযোগ ছিল, তারা নিশ্চিত করেছিল যে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারপরেও সারা বিশ্বের নেট নাগরিকরা আরো স্পষ্ট প্রমাণ চাইছিল।
13بالرغم من تأكيد وكالات الأنباء ومستخدمي تويتر بخروج وائل غنيم، أراد المؤيدون حول العالم أن يروا دلائل ملموسة.@বেনসিএনএন:ওয়ায়েল@ঘোনিমকে ছেড়ে দেওয়া হয়েছে#তাহরির#মিশর#জান২৫ @এজেলাইভ: ওয়ায়েল ঘোনিম, গুগলের একজন কর্মী এবং রাজনৈতিক একটিভিস্ট।
14@bencnn: لقد تم الإفراج عن وائل غنيمমিশর সরকার ২৫ জানুয়ারি তারিখে তাকে গ্রেফতার করে।
15Hisham_G@: uh-oh!এখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে। #মিশর
16RT @HalaGorani: RT @IvanCNN على الهاتف مع حازم غنيم. يقول انه ليس لديه علم بخروج وائل غنيم.@দিমা_খাতিব: বেশ কয়েকটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে একটিভিস্ট ওয়ায়েল ঘোনিমকে ছেড়ে দেওয়া হয়েছে#জান২৫,#মিশর
17@AJELive: وائل غنيم، مدير تسويق شركة جوجل وناشط سياسي الذي تم اعتقاله من قبل السلطات المصرية يوم 25 يناير تم إطلاق صراحة@হিশাম_জি:ওহ-হো! আরটি@হালাগোরানি: আরটি@ইভানসিএনএন, হাজ্জাম ঘোনিমের সাথে ফোনে কথা বলেছি, হাজ্জাম বলছে যে, ওয়াএল ঘোনিমকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা, সে সম্পর্কে তার কোন ধারণা নেই।
18@Dima_Khatib: مؤكد من العديد من المصادر: وائل غنيم بالتأكيد حرসৌদি টুইটারকারী এসসাম আল জামিল লিখেছে (আরবী ভাষায়) (Ar):
19كتب السعودي عصام الزميل على تويتر: ننتظر رؤية صورة جديدة لوائل غنيم في ميدان التحرير..আমরা তাহরির স্কোয়ারে ঘোনিমের উপস্থিতির ছবি অথবা অন্তত তার টুইটার একাউন্ট থেকে একটা টুইটের অপেক্ষায় আছি।
20أو تويتة من حسابه..এর ফলে আমরা নিশ্চিত হব যে সে ছাড়া পেয়েছে।
21@দিমা_খাতিব: আপনাদের অনেক বলছেন যে: যতক্ষণ না আমরা @ঘোনিমের কাছ থেকে আসা কোন টুইট পাঠ করছি না, ততক্ষণ আমরা বিশ্বাস করছি না যে সে মুক্ত হয়েছে।
22عشان نرتاح مية بالمية #jan25 #Ghonim @Ghonimএই সরকারের প্রতি জনগণের কোন আস্থা নেই। #জান#মিশর।
23@Dima_Khatib:الكثير منكم يتحدثون حتى أقراء على تويتر رساله من @Ghonim لان اصدق انه حر.@এম্বিশনিস্টা: @এজেঅ্যারাবিক, আমাদের সুস্পষ্ট প্রমাণ দরকার যে তাকে ছেড়ে করা হয়েছে। যে সকল সংবাদ আসছে তা অন্যের কাছ থেকে আসছে!
24الشعب لا يثقون فى النظام مطلاقاً.#জান২৫, তার ছবি চাই। @ঘোনিম।
25Ambitionissta@: @AJArabic نحن نحتاج إلى دليل ملموس بأن تم إطلاق صراحه، كل هذا الآن أخبار غير صحيحه.অন্যের ব্যাক্তিগত পর্যায়ে এই ঘটনার সত্যতা যাচাই করতে চায়: @সালমা_টিসটালl: ট্যাব, কার কাছে ওয়ায়েল ঘোনিমের ফোন নাম্বার আছে?
26الآخرون يفضلون أن يتأكدوا شخصياًদয়া করা জানাবেন কি? জান২৫, #মিশর
27@Salma_ts2al من لديه رقم هاتف وائل غنيم؟@খালিফা@ঘোনিম, মুক্ত জীবনে আবার স্বাগতম।
28@hkhalifa: @Ghonim حمداً لله على سلامتك.কিছুটা সময় বিশ্রাম নিন এবং তারপর সারা বিশ্বকে জানান আসলে কি ঘটেছিল।
29خذ قسط من الراحة ثم قل للعالم ماذا حدث.ঘোনিম, @ঘোনিম-এ টুইট করে।
30غنيم يكتب على تويتر على @Ghonim. انتظروا حتى يعود غنيم و يحكي لنا حكاية.যখন ঘোনিম অনলাইনে ফিরে আসবে এবং তার কাহিনী তুলে ধরবে, তখনকার তাজা সংবাদ শোনার জন্য আমাদের সাথে থাকুন।