Sentence alignment for gv-ara-20120323-19498.xml (html) - gv-ben-20120316-23415.xml (html)

#araben
1الصين: دعوة المواطنين للإشراف الحكومي على عمليات زرع الأعضاءচীনঃ নাগরিকরা, শারীরের অঙ্গ বিক্রির উপর সরকারী নজরদারীর আহ্বান জানাচ্ছে
2أكدت وازرة الصحة الصينية السر المعروف بأن معظم الأعضاء المستخدمة في عمليات جراحة زرع الأعضاء مأخوذة من متهمين محكوم عليهم بالإعدام في الصين، في لقاء في المؤتمر الاستشاري السياسي للشعب الصيني الذي عقد يوم 7 من مارس/ آذار 2012.চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) নিশ্চিত করেছে যে [চীনা ভাষায়] চীনে এখন প্রকাশ্যে মৃত নাগরিকদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অন্যের শরীরের ব্যবহার করা হচ্ছে। চাইনীজ পিপলস পলিটিকাল কাউন্সুলেটিভ কনফারেন্স-বা সিপিপিসিসি-এর একটি দলীয় সভা, যা ৭ মার্চ ২০১২ তারিখে অনুষ্ঠিত হয়, সেখানে এই বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে।
3منذ عام 2006 والسلطات في حالة إنكار لحقيقة كون الأعضاء المستخدمة في عمليات زراعة الأعضاء تُأخذ من مساجين تم إعدامهم، مُصرين على أن مثل تلك الاتهامات مجرد تشويه من قبل الإعلام الغربي.২০০৬ সাল থেকে চীনের সরকার এই বিষয়টি অস্বীকার করে আসছে যে ফাঁসির আসামীর শরীর থেকে অঙ্গ নিয়ে তা জীবিতের শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে। এর আগে সরকার বিষয়টিকে পশ্চিমা প্রচার মাধ্যমের অভিযোগ বলে উড়িয়ে দিয়ে এসেছে।
4الآن، ورغم أعتراف نائب وزير الصحة بنقص الأعضاء المتوفرة للتبرع، الذي أدى لأن يصبح المحكوم عليهم بالإعدام هم المصدر الرئيسي للأعضاء المستخدمة في عمليات زرع الأعضاء في الصين.তবে এখন, এমওএইচ-এর উপ পরিচালক অবশেষ স্বীকার করলেন যে প্রয়োজনীয় মানব অঙ্গ দান করার পরিমাণের অভাবে প্রাণদণ্ডে মৃত অপরাধীর শরীর এখন চীনে মানব অঙ্গ প্রত্যঙ্গের প্রধান উৎসে পরিণত হয়েছে।
5وفقاً للإحصائيات والتقارير التي كشفت عنها مجلة كاجينج في فبراير/شباط 2012، تجرى بمعدل متوسط 10,000 عملية زراعة أعضاء في الصين سنوياً، وحالياً ينتظر أكثر من 1.5 مليون صيني دورهم للجراحة.২০১২ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় এক পত্রিকা কাইজিং-এ উন্মোচিত হয়ে পড়া এক পরিসংখ্যানে জানা গেছে চীনে বছরে গড়ে প্রায় ১০,০০০ টি অঙ্গ মানব শরীরে প্রতিস্থাপন করা হয়, আর বর্তমানে প্রায় ১. ৫ মিলিয়ন (পনের লক্ষ) নাগরিক অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছে।
6ونظراً للطلب الكبير والربح، دخلت الآن عمليات زرع الأعضاء غير الشرعية السوق.ব্যাপক চাহিদার কারণে, বাজারে অবৈধ ভাবে অঙ্গ প্রতিস্থাপনের বিষয়টি শুরু হয়েছে।
7وفقا لتقرير كاجينج:কাইজিং-এর সংবাদ অনুসারে:
8نتج عن الطلب العالي والإمداد المنخفض جني قلة مختارة لأرباح عالية: يحصل “المتبرعون” عادة على ما يقرب من 20,000 يوان مقابل الكلى بينما يدفع المستقبل (المتلقي) أكثر من 200,000 يوان مقابل الزرع.সরবরাহ কম কিন্তু চাহিদা বেশী হওয়ার কারণে বিশেষ কয়েকজন এই ব্যবসায় অনেক বেশী লাভ করছে; যে সমস্ত ব্যক্তিরা অঙ্গ দান করে, তারা তাদের দান করা কিডনীর জন্য ২০,০০ ইউয়ান পায়, অপরদিকে যারা এই কিডনী গ্রহণ করে তারা এর জন্য বেশীর ভাগ সময় ২০০,০০০ ইউয়ানের বেশী অর্থ প্রদান করে থাকে।
9يقسم الفرق على الأطباء، المستشفيات والسماسرة أو الوسطاء.দাতাকে প্রদান করার পর অবশিষ্ট টাকা ডাক্তার, হাসপাতাল এবং দালালের মধ্যে ভাগ হয়ে যায়।
10جلبت الأرباح العالية عدد كبير من السماسرة الذين يوفرون طلب السوق المحلي، وكذلك ينظمون سفر الأجانب للصين من أجل عمليات زرع الأعضاء غير الشرعية.লাভের পরিমাণ অত্যন্ত বেশী হওয়ায় বিশাল সংখ্যক দালাল এখন দেশীয় বাজারের জন্য এই কাজ করছে না, পাশাপাশি তারা অবৈধ অঙ্গ প্রতিস্থাপন অপারেশনের জন্য বিদেশীদের চীন ভ্রমণের সুযোগ করে দিচ্ছে।
11سببت شبكة نقل وزرع الأعضاء غير الشرعية تلك قصص مثل بيع مراهق لكليته مقابل أي باد 2 في العام الماضي، أو بيع رجل من شينزين الشهر الماضي كليته ومحاولته لاسترجاعها بعد ذلك.এই ভাবে অবৈধ অঙ্গ প্রতিস্থাপনের যে যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে তা গত বছর আইপ্যাডের জন্য এক কিশোরের কিডনী বিক্রি বা সেনজেনের এক নাগরিক তার একটি কিডনী বিক্রি করে দিয়ে তা পুনরুদ্ধার করার মত কাহিনীর জন্ম দিয়েছে।
12بعد تأكيد خبر زرع أعضاء السجناء بفترة قصيرة، تسائل مستخدمي الإنترنت عن إجراءات تأمين الاتفاق مع السجين. يعبر مستخدم ويبو زيو شوان عن اندهاشه من الربط بين حكم الإعدام وعمليات زرع الأعضاء:অপরাধীদের মৃতদেহ থেকে অঙ্গ সংগ্রহ করা হচ্ছে এই সংবাদ স্বীকার করে নেওয়ার পরপরই, অনেক নেট নাগরিক দাতাদের কাছ থেকে অঙ্গ সংগ্রহের বিষয়টি নিশ্চিত করার চুক্তি সম্পর্কে প্রশ্ন তুলেছে, যেমন একজন ওয়েবো ব্যবহারকারী শুয়ে চুয়ান, প্রাণদণ্ডে দণ্ডিতদের সাথে অঙ্গ প্রতিস্থাপনের যোগসূত্রের কারণে বিস্ময়ে হতবাক [চীনা ভাষায়]:
131. الرغبة في الربح والاستثمار واضحة.১. এখানে লাভের হিসাবটা পরিষ্কার।
14كلما كثرت أحكام الإعدام، كلما راجت وربحت تلك التجارة.যত বেশী প্রাণদণ্ড প্রদান করা হবে, তত বেশী এই ব্যবসায় লাভ হতে থাকবে।
152. من يشارك الربح؟ - الأمر مروع. لنفكر: 1.২ লাভের টাকা কার কাছে যায়? - এটা খুব বেশী ভীতিজনক একটা বিষয়
16هل وافقت العائلة على عملية زرع الأعضاء؟সাংহাই থেকে শিয়ে ইয়োপিং এই ঘটনায় বিস্মিত [চীনা ভাষায়]:
172. لمن هم بدون عائبة، أي معهد أو مؤسسة تقرر كيفية استخدام أعضاء المساجين المحكوم عليهم بالإعدام لمصلحتهم؟এখন চিন্তা করার সময় এসেছে: ১. মৃতের পরিবার কি অন্যের দেহে অঙ্গ প্রদান করার জন্য অপারেশনের অনুমতি প্রদান করে?
183. إذا لم تطالب العائلة بالجثة، من ينتفع من عملية زرع الأعضاء؟ يتساءل محامي حقوق الإنسان ليو ايوان عن ما إذا كان للمساجين اختيار في ظل ظروفهم :২. যাদের কেউ নেই, প্রাণদণ্ডে দণ্ডিত সেই সব আসামীদের পক্ষে কোন প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত প্রদান করে যে কি ভাবে তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা হবে?
19هؤلاء المحكوم عليهم بالإعدام، لا توجد ليدهم أية خيارات في السجن.৩. যদি পরিবার মৃতের দেহ দাবী না করে, তাহলে তার অঙ্গ প্রতিস্থাপনে কারা লাভবান হয়?
20لمنع السلطة القضائية من إجبار المساجين على التبرع بأعضائهم، على العائلات أن تشهد وتحضر توقيع اتفاقية التبرع.মানবাধিকার আইনজীবী লিয়ু শিয়াইওয়া প্রশ্ন করেছে [চীনা ভাষায়] তাদের যে পরিস্থিতিতে রাখা হয় সেই পরিস্থিতিতে আদতেই কি তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের গ্রহণ করার অধিকার আছে:
21يتطلع مينجلكسومنج إلى مزيد من الرقابة المنهجية لعمليات زرع الأعضاء في الصين:যারা মৃত্যুদণ্ডে দণ্ডিত, জেলখানায় তাদের কোন দর কষাকষির ক্ষমতা নেই।
22قد يساعد تأكيد حصاد أعضاء المساجين المحكوم عليهم بالإعدام على تطوير نظام زراعة الأعضاء من أجل رقابة تلك العمليات.কারা কর্তৃপক্ষকে অপরাধীর অঙ্গ দান করতে বাধ্য করার বিষয়টিকে প্রতিরোধ করার জন্য, পরিবারের সদস্যদের অঙ্গ দান চুক্তির সাক্ষী হিসেবে উপস্থিত রাখতে হবে
23মেনাগলিক্সমেনাং, আগামীতে চীনে [চীনা ভাষায়] অঙ্গ প্রতিস্থাপনের উপর আরো পদ্ধতিগত ভাবে নজরদারির আশা করছেন:
24من حق العامة أن يعرفوا، ومن حق المساجين الذين يواجهون الحكم بالإعدام أن يختاروا. يجب على السلطات أن تطور قانون لتقييد وحصر زراعة الأعضاء ومنع وإسقاط شبكات زراعة الأعضاء غير القانونية.মৃত্যুদণ্ডের মাধ্যমে মৃত্যু বরণ করা অপরাধীদের দেহ থেকে অন্যের দেহে প্রতিস্থাপনের জন্য থেকে অঙ্গ গ্রহণ করা হচ্ছে, এই বিষয়টি প্রকাশ্যভাবে স্বীকার করে নেওয়ার ফলে তা হয়ত পদ্ধতিগত ভাবে অঙ্গ প্রতিস্থাপনের বিষয়টির উপর আরো স্বচ্ছভাবে নজরদারির ঘটনাকে আরো উন্নত করবে।
25وفقا لوزارة الصحة، لا يوجد نظام واضح للربط بين المريض والمتبرع بالعضو الموجود في الصين، لكن ستعمل السلطات على تطوير آلية بالتعاون مع الصليب الأحمر الصيني في المستقبل القريب.জনতার জানার অধিকার আছে, এবং যে সমস্ত অপরাধীর প্রাণদণ্ড প্রদান করা হয়েছে, এই বিষয়ে তাদেরও সিদ্ধান্ত নেবার তাদের অধিকার রয়েছে। কর্তৃপক্ষকে এমন এক আইন তৈরী করতে হবে যা অঙ্গ প্রতিস্থাপনকে সীমাবদ্ধ করবে এবং অবৈধ অঙ্গ সংস্থাপন নেটওয়ার্ককে ধ্বংস করবে।