Sentence alignment for gv-ara-20090610-2071.xml (html) - gv-ben-20090601-3269.xml (html)

#araben
1إيران: خاتمي يجيب على أسئلة المدونينইরান: খাতামি ব্লগারদের প্রশ্নের উত্তর দিলেন
2গত রবিবার ভূতপুর্ব সংস্কারপন্থী ইরানী প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতামি, যিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মির হুসেন মুসাভির প্রার্থীতা সমর্থন করছেন, একটা ইন্টারনেট টিভি অনুষ্ঠানে অংশগ্রহন করেন যা মোউজ৪ নামে সংস্কারপন্থীরা শুরু করেছেন।
3قام خاتمي بالإجابة على استفسارات مقدمة عن طريق الانترنت، تتضمن أسئلة من مدونين وأعضاء في الفيس بوك وتويتر.ইন্টারনেট থেকে যাদের প্রশ্নের উত্তর দেন খাতামি তাদের মধ্যে ছিল ব্লগার, ফেসবুকের আর টুইটারের সদস্য।
4كما وأجاب عن أسئلة في موضوعات مختلفة كالانتخابات، السياسة الخارجية والانترنت.তিনি বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দেন যেমন নির্বাচন, বৈদেশিক নীতি আর ইন্টারনেট।
5وقال خاتمي بأنه يمضي يوميا ساعة على الأقل في قراءة المدونات ومواقع الانترنت.খাতামি আরো বলেছেন যে প্রতিদিন তিনি অন্তত এক ঘন্টা সময় ব্যায় করেন ব্লগ আর ওয়েবসাইট পড়ে।
6وقال أيضا بأنه على الرغم من كونه ليس مدونا إلا أنه يحب المدونات.তিনি আরো বলেছেন যে যদিও তিনি নিজে ব্লগার না তারপরেও তিনি ব্লগ পছন্দ করেন।
7هذا الحدث تم تنظيمه بواسطة مدونين كما وتمت قراءة معظم الأسئلة بواسطة مدونيين إيرانيين، هما حنيف منزوري و سمية توهيدلوز.এই অনুষ্ঠান ব্লগারররা আয়োজন করেন আর বেশীর ভাগ প্রশ্ন পড়ে শোনান দুইজন ইরানী ব্লগার, হানিফ মাঞ্জোরি আর সোমায়েহ তোহিদলো।
8استعمل مستخدمو الانترنت وسائل مختلفة كتويتر وفيس بوك والبريد الإلكتروني والياهو مسنجر للإدلاء بأسئلتهم.ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের প্রশ্ন জমা দেয়ার জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করেন যেমন টুইটার, ফেসবুক, ইমেইল আর ইয়াহু মেসেঞ্জার।
9ويمكن قراءة ردود الفعل على مقابلة خاتمي على موقع فريند فيد.ফ্রেন্ডফিডের মাধ্যমে আমরা খাতামির সাক্ষাতকার সম্পর্কে প্রতিক্রিয়াও জানতে পারি।
10على موقع فريند فيد نستطيع أن نرى أن خاتمي يقول بأن إنشاء علاقات دبلوماسية مع الولايات المتحدة لا يجب أن يكون محرماً، وأن طرق التعامل في العلاقات الخارجية الإيرانية ستكون أكثر عقلانية مما هي عليه الآن إذا ما انتخب الموسوي رئيساً.ফ্রেন্ডফিডে আমরা আরো দেখতে পারি যে খাতামি বলছেন যে আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন নিষিদ্ধ হতে পারেনা, আর বিদেশের সাথে ইরানের সম্পর্ক মুসাভি প্রেসিডেন্ট হলে ভিন্ন ধরনের হবে আর আরো বিষয়নিষ্ঠ হবে এখনকার থেকে। খাতামি আরো জানান যে ইন্টারনেটের অগ্রযাত্রা থামানো যাবে না, আর এটা সরকারের দায়িত্ব জনগণকে যথাযথ সার্ভিস দেয়া।
11كما وأقر خاتمي أيضا أن بأنه لا يمكن إيقاف تقدم الانترنت، وبأن المسؤولية تقع على عاتق الحكومة في تقديم خدمة انترنت ملائمة للجمهور.