Sentence alignment for gv-ara-20140105-32175.xml (html) - gv-ben-20131222-40781.xml (html)

#araben
1এই শীতে গাজায় ঠান্ডা, বৃষ্টি এবং বন্যা
2تسبب البرد والمطر في تهديد حياة 1.8 مليون فلسطيني في غزة هذا الشتاء#গাজায় বন্যাকবলিত বাড়ি থেকে নৌকা দিয়ে ফিলিস্তিনের এক পরিবারকে উদ্ধার করা হয়েছে। আরো জানতেঃ http://t.co/3IlcwTUy40
3عائلة فلسطينية في #غزة تم إنقاذها بمركب من البيوت العائمة. للمزيد : http://t.co/3IlcwTUy40 pic.twitter.com/kzUKdnNil4চার দিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ার পর গাজার উত্তরাঞ্চলে প্রায় ১০ হাজার ফিলিস্তিনী নাগরিক বাস্তুহারা হয়েছে।
4حوالي 10,000 فلسطيني في شمال غزة تم إقصائهم من منازلهم بعد أربعة أيام من الأمطار المتواصلة.তারা যেসব সমস্যায় জর্জরিত সেসব সমস্যার আসল কারন হচ্ছে, গাজা উপত্যকার একমাত্র বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্রটি গত ৫০ দিন যাবত বন্ধ হয়ে আছে।
5مشكلتهم كانت تكمن في إنقطاع الكهرباء لأن قطاع غزة يعتمد على محطة كهرباء واحدة، وبالطبع بسبب غياب الوقود لخمسين يومًا فالمحطة مغلقة.গাজা উপত্যকায় প্রায় ১৮ লক্ষ ফিলিস্তিনি বসবাস করে। গত সাত সপ্তাহ ধরে তাদেরকে দিনের মধ্যে ১৪ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ ছাড়া কাটাতে হয়।
6يسكن قطاع غزة 1.8 مليون فلسطيني أُجبروا على العيش لمدة أربع عشرة ساعةً يوميًا، بدون كهرباء، في السبع أسابيع الماضية. يليه الفيضان، الذي سببته عاصفة أليكسا الذي ضرب المنطقة آنذاك.কিছুদিন আগে এই অঞ্চলে আঘাত হানা আলেক্সা ঝড়ের কারণে বন্যার সৃষ্টি হওয়ার পরে জাতিসংঘ গাজার উত্তরাঞ্চলকে “একটি দূর্যোগ কবলিত এলাকা” হিসেবে ঘোষণা দিয়েছে।
7أعلنت الأمم المتحدة على الفور أن غزة منطة كوارث، فأسرعت قطر بالمساعدة لتدفع عنهم تكلفة وقود محطة الكهرباء.বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্রটিতে কাতার জ্বালানী খরচ প্রদানে এগিয়ে এসেছে।
8يقول عمر نجيب من قطاع غزة:গাজা থেকে ওমার ঘ্রাইয়েব উল্লেখ করেছেনঃ
9غزة: أزمة الكهرباء تحسنت بشكل كبير بعد قرابة خمسين يومًا بدون كهرباء وانقطاع وصل أحيانًا إلى واحد وعشرين ساعة في اليوم.#গাজাঃ প্রায় ৫০ দিন নূণ্যতম বিদ্যুৎ শক্তি দিয়ে চালানোর পর, অবশেষে বিদ্যুৎ সংকট সমস্যায় কিছুটা স্বস্তি আসছে!
10ويضيف: جدول الكهرباء الجديد في غزة ثماني ساعات كهرباء ثم يقطعون الكهرباء لثماني ساعات أخرى كل يوم!বিদ্যুৎ স্বল্পতা চরমে পৌঁছে গিয়েছে এবং কখনো কখনো দৈনিক ২১ ঘন্টাও বিদ্যুৎ ছাড়া থাকতে হয়েছে!
11و يصيح الفلسطيني نور عوده:তিনি আরো লিখেছেনঃ
12في سنة 2007 غرقت #غزة في مياة الصرف الصحي، الآن غزة غرقت في مياة الأمطار والعالم كله يتناقش إذا غزة محاصرة أو لا http://t.co/PnIGUQslOk#গাজাতে নূতন বিদ্যুৎ সময়সূচী: দৈনিক ৮ ঘন্টা করে লাগাতার বিদ্যুৎ থাকবে এবং পরবর্তী ৮ ঘন্টা লাগাতার বিদ্যুৎ ঘাটতি থাকবে! ফিলিস্তিনের নুর অদেহ ব্যাখ্যা করেছেনঃ
13تصف الصور مدى اللانسانية في المنطقة.#গাজার '০৭ উত্তরাঞ্চল নর্দমার পানিতে ডুবে আছে।
14نشر الفيديو جهاد الصفطاوي وشاركه المعهد الشرق أوسطي للنتوير، مشاهد هذا الفيديو تبدأ بفتاة فلسطينية حافية القدمين تجري في الجليد.বর্তমানে সমগ্র গাজা বন্যার পানিতে ডুবে আছে। অথচ গাজা #অবরুদ্ধ কিনা, তা নিয়ে বিশ্ব বিতর্ক করছে!
15يصف التعليق على هذه الفيديو مدى بؤس العائلات التي تعيش في ملاجئ ليس بها تدفئة:অনলাইনে শেয়ার করা ফুটেজগুলোতে ভয়াবহ মানবেতর পরিস্থিতি দেখা যাচ্ছে।
16মধ্যপ্রাচ্য সমঝোতার জন্য ইন্সটিটিউটের শেয়ার করা জেহাদ সাফতায়ির এই ভিডিওটির শুরুতেই খালি পায়ে একটি ফিলিস্তিনি শিশুকে বরফের উপর (সিসি বিওয়াই এর অনুমতিক্রমে ভিডিওটি ব্যবহার করা হয়েছে) দৌড়াতে দেখা যাচ্ছেঃ
17يبحث ساكنو غزة وحي النفق عن الملاجئ في أي مكان، حتى في مدرسة عبد الرحمن بن عوف الذي نستعرضه في هذا الفيديو اليوم.এই ভিডিওটির সাথে দেয়া ধারাভাষ্যে পরিবারগুলোকে অনুত্তপ্ত আশ্রয়ে থাকতে দেখা যাচ্ছে। ধারাভাষ্যটি পড়তে অনেকটা এই রকমঃ
18بعض المشاهد بها طفل يرتجف في الفصل الاسمنتي الذي ليس به تدفئة.গাজা শহরের আন নাফাকে বসবাসকারী প্রতিবেশীরা সবজায়গাতেই আশ্রয়ের খোঁজ করছিলো।
19وهذا ليس استثناء ولكن أغلب الفصول هنا في قطاع غزة تُبنى بهذا الشكل،.আজকের এই ভিডিও ফুটেজটিতে যেমনটি দেখা যাচ্ছে, তারা আব্দেল রহমান বিন আউফ বিদ্যালয়েও আশ্রয় চেয়েছে।
20حوالي 25 ميل على طول قطاع غزة وحيّ النفق دمرته مياه الفيضان، وزاد الطين بلّة الحصار الاسرائيلي.সেখানের কিছু কিছু দৃশ্যে দেখা যাচ্ছে কংক্রিটের অনুত্তপ্ত শ্রেণীকক্ষে একটি শিশু শীতে কাঁপছে।
21এই বিষয়টি আরো বিরক্তিকর হয়ে ওঠে, যখন দেখা যায় আজকের গাজায় এ ধরনের দৃশ্য একটি কঠিন অথচ নিত্য নৈমিত্তিক নিয়মে পরিনত হয়েছে।
22قال متحدث الأمم المتحدة كرسي جانيس كلمته عديمة النفع عندما استدعي ليبدي رأيه في إنهاء هذا الحصار”أي مجتمع طبيعي سيسعى للتخلص من كبوة هذه الكارثة” قال جانيس.২৫ মেইল দীর্ঘ উপত্যকার বেশীরভাগ জায়গার মতোই আন নাফাকও ইসরালের শ্বাসরুদ্ধকর অবরোধের পাশাপাশি বন্যার কারনে একেবারেই বিধ্বস্ত হয়ে পরছে।
23” ولكن المجتمع الذي وصف بأنه مجتمع محاصر يعاني أطول فترة حصار في التاريخ، والذي عانى من تدهور في حالته الصحية وأصبح عرضى لتفشي الأمراض، وعليه أن يتحرر من هذه القيود التي صنعها الإنسان”জাতিসংঘের মুখপাত্র ক্রিস গানেস আজ যখন এ বিষয়ে কায়দা করে চিবিয়ে চিবিয়ে কথা বলছিলেন, তখন অবরোধের অবসান দাবি করে একটি শব্দও উচ্চারণ করেননিঃ গানেস বলেছেন, “এই দূর্যোগ সামলে উঠতে যেকোন সাধারন সম্প্রদায়কে সংগ্রাম করতে হয়।
24কিন্তু এমন একটি জাতিগোষ্ঠী যাদের মানব ইতিহাসের অন্যতম একটি দীর্ঘ সময় ধরে অবরোধের অধীনে আছে, যাদের জনস্বাস্থ্য ব্যবস্থা একেবারে ধ্বংসের দিকে এবং যেখানে ইতোমধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি সুবিস্তৃত, সেখানে এই মানব সৃষ্ট বাঁধা থেকে তাঁদেরকে মুক্তি দিতে হবে…”
25আইএমইইউ এর জন্য এই দ্বিতীয় ভিডিওটিও সাফতায়ি তৈরি করেছেন।
26صوّر الفيديو الثاني صفطاوي أيضًا لكي يرسله إلى معهد دراسة الشرق الأوسط IMEU ويبين المناطق المغمورة في القطاع الفلسطيني، ويسلّط الضوء على معاناة ساكني غزة والوضع اللا إنساني الذي يرغمون على العيش فيه.ভিডিওটিতে ফিলিস্তিনের ছিটমহলটির প্লাবিত অঞ্চলগুলো দেখা যাচ্ছে। গাজার অধিবাসীদেরকে এই চরম মানবেতর পরিস্থিতিতে যেসব দুঃখ কষ্ট সহ্য করতে হচ্ছে, এই ভিডিওটি, তাঁর খুব সামান্য অংশই তুলে ধরতে পেরেছেঃ