Sentence alignment for gv-ara-20130126-28419.xml (html) - gv-ben-20130102-34614.xml (html)

#araben
1مصر: الشعب يريد برمجيات حرة ومفتوحة المصدرমিশর: জনগণ বিনামূল্যে ওপেন সোর্স সফ্টওয়্যার চায়
2قيل الكثير عن دور التكنولوجيا في تحرير انتفاضة الشرق الأوسط، ولكن هناك ما هو أكثر من أن يقال عن الدور المتبادل تلعب الانتفاضة حتى الآن دور في تحرير التكنولوجيا في المنطقة.মধ্যপ্রাচ্যের উত্থানে প্রযুক্তির মুক্তিদাতার ভূমিকা সম্পর্কে অনেক বলা হলেও অঞ্চলটিতে প্রযুক্তির মুক্তিদানে উত্থান পারস্পরিক যে ভূমিকাটি এখনো পালন করতে পারে সে সম্পর্কে বলার আরো কিছু বাকি রয়েছে।
3في يوم الأربعاء، نشر حساب فيسبوك الرسمي لرئيس الوزراء المصري موجز لإحدى لقاءاته الأخيرة.এই বুধবারে (২৬শে ডিসেম্বর) মিশরের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ফেসবুক পাতা তার সাম্প্রতিক একটি সভার সংক্ষিপ্ত একটি বিবরণ প্রকাশ করেছে।
4وجاء فيه، وافقت الحكومة على إنفاق 43.8 مليون دولار للحصول على تراخيص برمجيات ومنتجات من شركة مايكروسوفت.এতে সরকার ৪কোটি ৩৮লক্ষ ডলার (প্রায় বাংলাদেশী ৩৫০ কোটি টাকা) মাইক্রোসফ্ট থেকে লাইসেন্স এবং সফ্টওয়্যার পণ্য লাভের জন্যে খরচ করতে সম্মত হয়েছে।
5بدأ العديد من المواطنين المصريين التعبير عن غضبهم بعد قراءة الأخبار.সংবাদটি পড়ে অনেক মিশরীয় নাগরিক তাদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে।
6@rrcoalition: الحكومة تشترى سوفت وير من مايكروسوفت ب 44 مليون دولار, ويقولوا الدولة على وشك الافلاس@আরআরকোয়ালিশন: সরকার মাইক্রোসফ্ট থেকে সফ্টওয়্যার নেওয়ার জন্যে ৪কোটি ৪০লক্ষ ডলার খরচ করছে, আর অন্যদিকে তারা দাবি করছে রাষ্ট্র প্রায় দেউলিয়া।
7@Aya_Ayman:نعم، لأن الحكومة أطعمت وآوت جميع الفقراء والمشردين في مصر، ولديها بضعة ملايين إضافية!আয়া_আয়মান: হ্যাঁ, কারণ সরকার (তো) মিশরের সব দরিদ্র এবং গৃহহীনদের খাইয়েছে আর আশ্রয় দিয়েছে, আর মাত্র কয়েক লক্ষ অবশিষ্ট রয়েছে!
8مع ذلك، فإن الناس ليسوا غاضبين بسبب إنفاق هذه الكميات الضخمة من الأموال، ولكنهم كانوا غاضبين لأنهم يرون بدائل أفضل قد تكلف أقل وتساعد أيضا في تطوير المجتمع المحلي وتطوير البرمجيات.তারপরেও জনগণ বিপুল পরিমাণ টাকা ব্যয়ের কারণে ক্ষুদ্ধ তা নয়। বরং তারা প্রধানতঃ অপেক্ষাকৃত কম খরচে শ্রেয়তর বিকল্প দেখতে পেয়ে খাপ্পা এবং যা কিনা স্থানীয় সফ্টওয়্যার উন্নয়ন সম্প্রদায়ের বিকাশে সাহায্য করতে পারতো।
9شعار شاركته سمر علي (@SaMoRaAli) على تويتر. تعديل المحررসামোরা আলী (@সামোরাআলি) এই ব্যানারটি টুইটারে ভাগাভাগি করেছেন।
10@গুয়ে৩বারা: এই (পরিমাণ) অর্থ ব্যয়ের পরিবর্তে সরকারের মুক্ত উৎস (ওপেন সোর্স) সফ্টওয়্যার ব্যবহারের জন্যে বিকল্প সমাধান খুঁজে বের করতে সরকার স্থানীয় সফ্টওয়্যার উন্নয়নকারীদের কাছে মাত্র দশ লক্ষ ডলার করলেই হতো।
11@Gue3bara: الحكومة كان ممكن تصرف مليون دولار مصري فقط وتسخر مجموعة من المطورين المصريين يشغلوا اجهزة الحكومة ببرمجيات مفتوحة المصدرওমর একে মুক্ত উৎস সফ্টওয়্যারের অর্থটি সংক্ষেপে ব্যাখ্যা করেছেন: @আই৩এমমুর: পিটি (পূর্বের টুইট) - মুক্ত উৎস (সফ্টওয়্যার) বিনামূল্যের পাশাপাশি পরিবর্তন করা যায় এবং নবায়নের দাবি করে না।
12وضح عمر آ.#মুক্তমিশর.
13উন্নয়নের জন্যে জ্ঞানে প্রবেশাধিকার কেন্দ্রের (এটুকেফরডি) প্রতিষ্ঠাতা পরিচালক এবং মুক্ত আফ্রিকা উদ্ভাবন গবেষণা প্রকল্পের (মুক্ত এ.
14ك معنى البرمجيات مفتوحة المصدر بإيجاز:আই. আর) পরিচালনা পর্ষদের সদস্য নাগলা_রিজক টুইটারে যোগ করেছেন:
15@i3mmoor:البرمجيات مفتوحة المصدر إضافة إلى كونها مجانية، يمكن تعديلها ولا تتطلب التجديد. نجلاء رزق، مديرة مركز الوصول للمعرفة من أجل التنمية (A2K4D) وعضوه في اللجنة التوجيهية لمشروع أفريقيا المفتوح لبحوث الاكتشافات (Open A.I.R) إضافة على تويتر:@নাগলারজক: মাইক্রোসফ্টের সঙ্গে এই চুক্তিটি মিশরীয় বাজারে এর উপস্থিতি বৃদ্ধি করা ছাড়াও বাজারে স্থানীয় ছোট ছোট বিশেষ করে মুক্ত উৎস সফ্টওয়্যারের উপর নির্ভরশীল কোম্পানীগুলোর সম্ভাবনা হ্রাস করবে।
16@naglarzk: تعاقد الحكومة المصرية مع مايكروسوفت يزيد من توغل الأخيرة في السوق المصري ويقلص فرص الشركات الصغيرة خاصة القائمة ع المصدر المفتوح #OpenEgypt@নাগলারজক: মাইক্রোসফ্টের সঙ্গে ৪কোটি ৩০লক্ষ ডলারের চুক্তিটি #মিশরের জন্যে বিশেষ করে বিপ্লবোত্তর স্বচ্ছতা, সহযোগিতার ও স্বাধীনতার প্রতিশ্রুতির পর বাস্তব বিপত্তি।
17@naglarzk: مليون دولار صفقة مع مايكروسوفت هي نكسة حقيقية لمصر، وخاصة بعد الثورة مع وعد بالتعاون والانفتاح والحرية43.#মুক্তমিশর হোসাম এল-হামালাউয়ি (@৩অ্যা্রাবাউয়ি) কেন এই চুক্তিটি অনুমোদন করা উচিৎ নয় তার আরো বিস্তারিত কারণ [আরবী ভাষায়] প্রকাশ করেছেন।
18نشر حسام الحمالاوي (@3arabawy) تفاصيل اكثر حول أسباب الاعتراض على هذا التعاقد.এবং আরো অন্যান্য অনেক সংস্থা ও ব্যক্তিবর্গ এই পিটিশনটিতে [আরবী ভাষায়] স্বাক্ষর করতে শুরু করেছে।
19والعديد من المنظمات الأخرى والأفراد بدؤوا في توقيع هذه العريضة.
20الأمور لم تتوقف هنا، ولكن بعض أعضاء مجتمع المصدر المفتوح في مصر دعوا إلى مظاهرة صامتة أمام مجلس الوزراء في 30 من ديسمبر/ كانون الأول.ঘটনাবলী এখানেই থেমে নেই। বরং মিশরের ওপেন সোর্স কমিউনিটির সদস্যরা ৩০শে ডিসেম্বর তারিখে মন্ত্রীপরিষদের সামনে একটি মৌন বিক্ষোভের আহবান জানিয়েছে।
21كما يجرى ترتيب مظاهرات أخرى في مناطق مختلفة من مصر.মিশরের বিভিন্ন স্থানে আরো অন্যান্য বিক্ষোভের আয়োজন করা হচ্ছে হচ্ছে।
22يستخدم الهاش تاج #OpenEgypt الآن لتعريف الناس بفتح مصدر برمجيات وفوائده.আর এখন জনগণকে মুক্ত উৎস সফ্টওয়্যার এবং এর সুবিধা সম্পর্কে জানিয়ে দিতে #মুক্তমিশর হ্যাশট্যাগটি ব্যবহৃত হচ্ছে।