Sentence alignment for gv-ara-20120214-18669.xml (html) - gv-ben-20120215-22685.xml (html)

#araben
1العالم العربي: حتى يوم عيد الحب مختلفআরব বিশ্বঃ এমনকি ভালবাসা দিবসও যেখানে ভিন্ন
2إنه يوم عيد الحب!আজ ভালবাসা দিবস!
3لم تُنسى المناسبة على الرغم من سنة الاحتجاج في جزء كبير من العالم العربي.যদিও আরব বিশ্বের একটা বৃহৎ অংশে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে, তারপরেও সেখানে এই দিবসটি বিস্মৃত হয়নি।
4من الإمارات المتحدة ياسر حارب يُغرد:সংযুক্ত আরব আমিরাত থেকে ইয়াসের হারেব টুইট করেছে
5لا أؤمن بيوم عيد الحب.ইয়াসেরহারেব: আমি এই সব ভালবাসা দিবসে বিশ্বাস করি না।
6الحب الحقيقي لا يوجد له مناسبة .. الحب الحقيقي هو مناسبةসত্যিকারে ভালবাসার জন্য কোন দিবসের প্রয়োজন নেই,সত্যিকারে ভালবাসাই নিজেই নিজেকে প্রকাশ করে#ভ্যালেন্টাইন
7عبد الله الرشيد، من المملكة العربية السعودية، التي تحظر جميع أشكال الاحتفالات بعيد الحب، يكتب:সৌদি আরব, যেখানে ভালবাসা দিবসের সকল প্রকার উদযাপন নিষিদ্ধ, সেখান থেকে আবদুল্লাহ আল রাশেদ লিখেছে [আরবী ভাষায়]:
8@ALRrsheed: لا أريد أن احتفل بهذا اليوم ..@ আলরাশিদ: আমি দিনটাকে উদযাপন করতে চাই না।
9أحرقوا كل أعيادهم وأعطوني مجتمعاً لا يشوه الحب .. لا يحاصر القلب !তাদের সকল উৎসব পুড়িয়ে দাও এবং এমন একটি সমাজ দাও যে সমাজ ভালবাসাহীন…এবং হৃদয়কে গ্রেফতার করে না।
10#valentine ورامي سلامه ينكت:এবং রামু সালাম রসিকতা করেছে:
11المغردين السعودين، لدي سؤال: غدا في عيد الحب هل من المفترض أن نتجنب اللحوم الحمراء؟@রামিসালামে: হে সৌদি আরবের টুইটারকারীরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আগামীকাল ভালবাসা দিবসে আমরা কি লাল মাংস খাওয়া থেকে বিরত থাকব?
12إياد جودة يُفسر لمَ هذا السؤال معقول في المملكة العربية السعودية.আইয়াদ জোয়দে ব্যাখ্যা করছে কেন, সৌদি আরবে এই ধরণের প্রশ্ন বাস্তবসম্মত।
13ويُغرد:সে টুইট করেছে:
14عيد الحب، هو اليوم الوحيد من السنة الذي يمكن أن يذهب الناس إلى السجن لارتداء لون معين في المملكة العربية السعودية .@ইয়াদজে:ভালবাসা দিবস, যে দিন সৌদি আরবের নাগরিক বিশেষ এক রঙের পোশাক পড়লে তাদের জেলে যেতে হতে পারে
15ويذكر سلطان العنقري: @AngariSultan: سوف نضحك يوماً ما..এদিকে সুলতান এ্যাঙ্গারি স্মরণ করেছেন যে [আরবি ভাষায়]:
16بأنه كان بيننا أُناس يمنعون إهداء الوردة الحمراء أو حتى بيعها وشراءها في يوم محدد من ايام الله! #Saudi #Valentine@এ্যাঙ্গরিসুলতান:আমরা এক সময় হাসব এই কারনে যে, আমাদের মধ্যে এমন একদল লোক রয়েছে, যারা বছরের একটি বিশেষ দিনে লাল গোলাপ কেনা নিষিদ্ধ করেছে।
17المملكة العربية السعودية تحظر جميع أشكال الاحتفالات بعيد الحب.সৌদি আরবে ভালবাসা দিবসের সকল প্রকার উদযাপন নিষিদ্ধ।
18هيئة الأمر بالمعروف والنهي عن المنكر تشن غارة على المحلات التجارية قبل عيد الحب، مما اضطر أصحاب المحلات لإزالة جميع رموز عيد الحب، بما في ذلك الورود والقلوب والبالونات الحمراء وورق التغليف. المصرية نرمين إدريس تجد قلباً مرسوماً على سيارتها.ভালবাসা দিবসে নৈতিকতা রক্ষা এবং পাপ প্রতিরোধের জন্য রাস্তার ধারের দোকানগুলোতে হামলা চালানোর জন্য এক কুখ্যাত কমিশন রয়েছে, যারা সেদিন দোকানদারদের, লাল গোলাপ, হৃদয়ের প্রতীক, বেলুন এবং কিছু মোড়ানোর জন্য লাল কাগজের ব্যবহার সহ ভালবাসার সকল প্রকার প্রতীক সরিয়ে নিতে বাধ্য করে।
19ننتقل إلى المصرية نرمين إدريس، حيت رُحبت بمفاجأة جميلة بعد العمل، تُغرد:মিশরীয় নাগরিক নারমিন ইদ্রিস তাঁর লাল গাড়ির মাঝে এক হৃদয়ের প্রতীক খুঁজে পায়।
20مفاجأة جميلة .. رسم أحدهم قلباً على سيارتي.ছবির কৃতিত্ব নারমিন ইদ্রিসের, টুইটারে ছবিটি প্রদর্শিত হয়েছে।
21في هذه الأثناء، في البحرين، اليوم يصادف الذكرى السنوية الأولى لبدء الاحتجاجات الضخمة، على غرار الثورات -الربيع العربي- التي هزت أيضا تونس ومصر وليبيا وسوريا واليمن، على سبيل المثال.@নারিমানইদ্রিস: কেউ একজন আমার গাড়ির মধ্যে একটা হৃদয়ের চিহ্ন আঁকার সিদ্ধান্ত গ্রহণ করেছে ? এদিকে বাহরাইনে আজ ব্যাপক গণবিক্ষোভের সূচনার এক বছর পূর্তি, এটি তথাকথিত আরব বসন্তের ধারায় শুরু হয়, যা তিউনিশিয়া, মিশর, লিবিয়া, সিরিয়াকে এবং ইয়েমেনের মত কিছু রাষ্ট্রকে কাঁপিয়ে দিয়ে গেছে।
22هناك، المدون محمود يوسف يُعلق على إعتقال ناشط حقوق الإنسان نبيل رجب بعد ظهر هذا اليوم بالقول:সেখানে, ব্লগার মাহমুদ আল ইউসুফ, আজকে বিকেলে মানবাধিকার কর্মী নাবিল রাজের আটকাদেশের বিষয়ে মন্তব্য করেছে, তিনি বলেন:
23أطلقوا سراح نبيل هاش تاق بحريني مميز في يوم عيد الحب@মাহমোদ:# ফ্রিনাবিল, এই চমৎকার ভালবাসা দিবসে বাহরাইনের টুইটে আরেকটি হ্যাশট্যাগ যুক্ত হল। @ নাবিলরাজব
24مجهول، المجموعة الدولية من المتسللين (هاكرز)، قدموا للبحرينيين هدية عيد الحب.অনেকটা অপ্রথাগত ভাবে গঠিত আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ এ্যানোনিমাস একই সাথে বাহরাইনের জন্য একটা উপহার প্রদান করেছে।
25ناشطة حقوق الإنسان مريم الخواجة غردت حول هذا الموضوع:মাবাধিকার কর্মী মারিয়াম আল খাওয়াজা এই বিষয়ে টুইট করেছে:
26مجهول لشعب البحرين: يوم حب سعيد، مجهول قاموا بإزالة موقع لمتعاقدين يبيعون لنظام البحرين.@মারিয়ামআলখাওয়াজা: শুভ #ভ্যালেন্টাইন ডে” এ্যানোনিমাস সেই সব কন্ট্রাক্টরদের সাইট হ্যাক করে ফেলেছে, যারা বাহরাইনের সরকারের সাথে কাজ করে# ফেব১৪
27وأخيرا، نرجع إلى مصر، يمكن أن يكون محمد دهشان في ورطة يتعجب:এবং সবশেষে, মিশরে ফিরে আসা যাক, যেখানে মোহাম্মদ এল দাহশান হয়ত বিপদে পড়তে যাচ্ছেন। তিনি দাবী করেন:
28تمكنت من قضاء يوم كامل من دون أن أتحدث عن يوم الحب ….@এলদাহশান: হ্যাঁ! আমি সারাদিন ভালবাসা দিবস নিয়ে কোন কথা না বলে কাটাতে সক্ষম হই… ওহ, এটা খুব বাজে ঘটনা হল।
29تباً!