Sentence alignment for gv-ara-20110928-14220.xml (html) - gv-ben-20110830-19696.xml (html)

#araben
1السعودية: هاش تاج على تويتر خاص للملك!সৌদী: বাদশাহর জন্য বিশেষ টুইটার হ্যাশট্যাগ!
2রিয়াদে সৌদী বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ, ২৫ ফেব্রুয়ারি, ২০০৮, ছবি- আম্মার আবদ রাব্বো-এর সৌজন্যে
3خادم الحرمين الشريفين الملك عبدالله بن عبدالعزيز آل سعود في الرياض، المملكة العربية السعودية يوم 25 فبراير 2008 التقطها عمار عبد ربه.#তাল৩এমরাক নামে একটি সৌদী হ্যাশটাগ খোলা হয়েছে যার আক্ষরিক অনুবাদ হল “আল্লাহ আপনার জীবনকে দীর্ঘায়িত করুন” অথবা পশ্চিমা ভাষায় অনুবাদ করলে অর্থ দাড়ায় “মহামান্য বাদশাহ”।
4هاشتاج سعودي بعنوان “طال عمرك” أخذ تويتر بعاصفة اليوم.
5جاء الهاش تاج بمثابة مفاجأة لكثير من الناس الذين لم يعتقدوا أبداً أن مستخدمى الإنترنت في السعودية سيكون لديهم الشجاعة ليتكلموا بهذه الطريقة في الطريقة التي يخاطبون بها السلطات.এ হ্যাশট্যাগটি আজ (২৮শে আগস্ট) টুইটারে ঝড় তুলেছে। অনেকের কাছেই এ হ্যাশট্যাগটি বিষ্ময়কর মনে হয়েছে কারন কর্তৃপক্ষকে সৌদী নেটিজেনরা সাহসের সাথে তাঁদের বক্তব্যগুলোকে তুলে ধরেছেন।
6في البداية، ربما كان الهاش تاج موجهاً إلى جميع الأسماء ذوي المرتبة العالية في المملكة العربية السعودية الذين يسيطرون على السوق، ولهم الحرية أن يفعلوا الأشياء التي يحظر على المواطنين العاديين فعلها ويعيشون كفئة متميزة كما يحلو لهم.শুরুতে এ হ্যাশট্যাগটি মনে হয় সৌদী আরবের বাজার নিয়ন্ত্রণকারী শীর্ষস্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্যে পরিচালিত হত। সাধারণ নাগরিকদের জন্য যা নিষিদ্ধ এ শীর্ষ স্থানীয় ব্যক্তিরা তা করতে পারে এবং তাঁরা তাঁদের ইচ্ছামত শ্রেণীতে বসবাস করার ক্ষমতা রাখে।
7ولكن، فإنه سرعان ما أصبح واضحاً أنه يجري استخدامه لمخاطبة الملك عبد الله عاهل السعودية، وخصوصاً عندما بدأ غير السعوديين استخدامه لانتقاد السياسة الخارجية السعودية التي تحارب الربيع العربي وتدعم الطغاة ضد شعوبهم.যাহোক, পরবর্তীতে বিষয়টি পরিষ্কার হয় যে হ্যাশট্যাগটি মূলতঃ সৌদী বাদশাহ আব্দুল্লাহকে উদ্দেশ্য করে পরিচালিত, আরব বসন্ত বিপ্লবের বিপক্ষে এবং জনগণের বিপক্ষে অবস্থান গ্রহণকারী স্বৈর শাসকদের পক্ষে থাকা সৌদী পররাষ্ট্র নীতির সমালোচনায় অ-সৌদীরা এ হ্যাশট্যাগ ব্যবহার শুরু করে।
8الناشطة السعودية إيمان النفجان (@Saudiwoman) استخدمت الهاش تاج عدة مرات:সৌদী নারী সক্রিয়তাবাদী ইমান আলনাফজান (@সৌদীউওম্যান) #তাল৩এমরাক হ্যাশট্যাগ বিষয়ে একাধিক টুইট করেন:
9هذا الهاش تاج يجعلني أشعر كأني كبيرة.@সৌদীউওম্যান: #তাল৩এমরাক হ্যাশট্যাগটি আমার মনে বুড়ো হবার অনুভূতি তৈরি করে।
10لم أكن أعرف أن هناك كثير من السعودين الذين لا يخافون.কখনোই ভাবিনি যে অনেক সৌদীই ভীত নয়। আলনাফজান দুটো টুইটের মাধ্যমে হ্যাশট্যাগটি বিশ্লেষণের চেষ্টা করেন:
11وقد حاولت النفجان أن تشرح الهاش تاج: الهاش تاج يشير إلى العائلة المالكة ولكنه يستخدم أيضاً للمديرين التنفيذيين، و الضباط العسكريين ذوي المرتبة العالية, و كبار الوزراء..@সৌদীউওম্যান: #তাল৩এমরাক এ হ্যাশট্যাগটি রাজকীয় পরিবারকে উদ্দেশ্য করে কিন্তু এখানে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও), উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, মন্ত্রী কাউকেই বাদ দেওয়া হয় নাই..
12الخ 2/1১/২ এবং:
132/2 المعنى الحرفي لـ “طال عمرك” هو “أطال الله حياتك”، تستخدم كصيغة مخاطبة وعلى تويتر ليسخر من السعوديين القويين والأغنياء@সৌদীউওম্যান: ২/২ #তাল৩এমরাক-এর আক্ষরিক অর্থ হল “আল্লাহ আপনাকে দীর্ঘজীবন দান করুন”, সাংস্কৃতিকভাবে ধনী ও ক্ষমতাশীল সৌদীদের উদ্দেশ্যে মজা করতে টুইটারে এ সম্বোধন প্রয়োগ করা হয়
14المدون السعودي أحمد العمران (@ahmed) كتب في أحد تحديثاته على تويتر عن قيمة هذا الهاش تاج :সৌদী ব্লগার আহমেদ আল-ওমরান (@আহমেদ) এ ধরনের হ্যাশট্যাগের গুরুত্ব তুলে ধরেন: @আহমেদ: আপনি সৌদী হলে #তাল৩এমরাক হ্যাশট্যাগ… বিশেষ কিছু।.
15أذا كنت سعودي فإن هاش تاج “طال عمرك” … شيء كبير!সৌদী ধর্মীয় পুলিশের ভয়কে মাথায় রেখেই আল-ওমরান এই হ্যাশট্যাগে তাঁর নিজস্ব প্রশ্ন উত্থাপন করেছেন:
16وكان العمران يتسائل من أن هذا الهاش تاج يشيرالى خوف السعوديين من الشرطة الدينية :@আহমেদ: আহমেদ তারিখ কবে ঘোষিত হবে, ধর্মীয় পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে এই ভয়ে আপনি কি ভীত?
17عندما تخرج في موعد، هل أنت قلق من إمكانية الشرطة الدينية على القبض عليك؟মিসরীয় সক্রিয়তাবাদী মোহামেদ ইফ্ফাত (@৩ইফ্ফাত) হলেন প্রথম মিসরীয় যিনি এ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।
18الناشط المصري محمد عفت كان واحد من أول المصريين الذين استخدموا الهاش تاج, قائلاً إنه تعبير عن ما يواجهه السعوديون في بلادهم من النظام.তাঁর মতে এ শাসনামলে সৌদী জনগণ তাঁদের নিজের দেশে যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তারই বহিঃপ্রকাশ ঘটেছে এ হ্যাশট্যাগে।
19أبدى بعض مستخدموا تويتر السعوديون عن عدم موافقتهم لعفت، الذي أصر على رأيه وأوضح قائلاً:ইফ্ফার এ ধারণার সাথে কিছু টুইটার ব্যবহারকারী সৌদী দ্বিমত পোষণ করেন, তিনি তাঁর হ্যাশট্যাগে বলেন:
20هذا الهاش تاج سيضرب الأخبار بقوة, تحققوا منه.@৩ইফ্ফাত: এ সময়ের সবচাইতে জম্পেস খবর হতে চলেছে এ হ্যাশট্যাগটি। আপনারা এটি দেখুন।
21السعوديون يتحدثون عن مشاكلهم بإنتفاد ملكهم.সৌদিরা তাঁদের সমস্যা তুলে ধরে তাঁদের বাদশাহর সমালোচনা করছেন #তাল৩এমরাক
22أظهرت إيمان حسين من دبي عن إعجابها بالسعوديين الذين استخدموا الهاش تاج قائلةً:দুবাইতে বসবাসকারী ইমাম হুসেইন (@আম্মৌনি) সৌদিদের হ্যাশট্যাগ ব্যবহারের বিষয়টিকে অনুমোদন জানিয়ে বলেন:
23ياإلهي!@আম্মৌনি: হায় খোদা!
24إن السعوديون شجعان. إتبعوا الهاش تاجসৌদীরা এত সাহসী; হ্যাশট্যাগটি দেখুন #তাল৩এমরাক
25وأشارت المصرية إفرونيا عزر إلى أن الملك يجب أن يدعم حقوق المرأة.মিসরীয় এভোরনিয়া আজের (@এভোরনিয়া) বলেন সৌদী বাদশাহর উচিত নারী অধিকার সমর্থন করা:
26عليك أن تبدأ من خلال دعم حقوق المرأة!@এভোরনিয়া: #তাল৩এমরাক আপনার নারী অধিকার সমর্থন দিয়ে শুরু করা উচিত!
27السعودية عضوة تويتر (@nawwarah82) صورت ببساطة كيف أن الملك لم يوف بوعوده لإجراء الإصلاحات.সৌদী নারী নাওওয়ারাহ (@ নাওওয়ারাহ৮২) দেখান কিভাবে সংস্কারের বিষয়ে বাদশাহ তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন:
28وعدتنا بالتقدم, و وجدنا تأخر وعدتنا بالستر, و وجدنا غلاء عشمتنا بسياسة الباب المفتوح و أهديتنا قانون الارهاب الجديد….@নাওওয়ারাহ: আপনি প্রগতির প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা তা পেতে দেরি করছি। আপনি আমাদের সুন্দর জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমরা উচ্চ জীবনযাত্রার ব্যয়ের মুখোমুখি হচ্ছি।
29আপনি আমাদের “খোলা দরজার” নীতিমালার প্রতিশ্রুতি দিয়েছিলেন অথচ উপহার দিলেন নতুন সন্ত্রাস বিরোধী আইন!
30#Tal3mrak
31منال الشريف (@manal_alsharif)، المرأة الي ألقي القبض عليها لقيادتها سيارتها منذ أشهر، كتبت عدة مرات في تويتر مستخدمة الهاش تاج، إحدى تحديثاتها الساخرة تقول:মানাল আল-শরিফ ( @মানাল_আলশরিফ) নামের যে মহিলা কয়েকমাস আগে যিনি গাড়ি চালানোর অপরাধে গ্রেফতার হয়েছিলেন, তিনি হালে #৩এমরাক হ্যাশ ট্যাগ ব্যবহার করে একাধিক টুইট করেন। তাঁর করা একটা মজার টুইট হল:
32بما إن عدد عيالك ٢٠ مليون ونصدر في اليوم ٩ مليون برميل. الصبر نصرفه في أي بير؟@মানাল_আলশরিফ: আপনার ছেলেমেয়ের সংখ্যা যখন ২০ মিলিয়ন আর যখন আমরা ৯ মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন বিদেশে রপ্তানি করি তখন আপনিই বলেন যে কোন ব্যারেলে আমাদের ধৈর্য্যগুলোকে রাখা উচিত?
33وقد حاول المدون السعودي سامي المالكي (@iSaami) أن يشرح طبيعة الهاش تاج من وجهة نظره الخاصة:সৌদী ব্লগার সামি আলমালকি ( @জেসামি) তাঁর নিজের মত করে এ হ্যাশট্যাগের উদ্দেশ্য বর্ণনা করেছেন:
34ملاحظة: هاشتاج طويل العمر ليس مختص بأمير أو ملك أو تاجر كما سيّسه البعض وحوله عن مساره، بل يقصد به كل مسؤول بالوطن العربي@জেসামি: নোট: অনেকে মনে করলেও #তাল৩এমরাক নামের এ হ্যাশট্যাগ টি কোন সুনির্দিষ্ট যুবরাজ, বাদশাহ অথবা ব্যবসায়ীকে উদ্দেশ্য করে নয় বরং আরব দুনিয়ায় যারা ক্ষমতায় আছেন তাঁদের সকলের উদ্দেশেই এ হ্যাশট্যাগ।