Sentence alignment for gv-ara-20110130-8578.xml (html) - gv-ben-20110129-15213.xml (html)

#araben
1ইরান: মিশরের গণ জাগরণ তীব্রভাবে ইরানের গ্রীন মুভমেন্ট নামক আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে
2إيران : الإنتفاضة المصرية تنعش ذاكرة الإيرانيين حول الحركة الخضراءএই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3هذه المقالة جزء من تغطيتنا الخاصة بإحتجاجات مصر 2011 تذكر الإحتجاجات المصرية الحالية واستخدام الناشطين للإعلام الإجتماعي العديد من المدونيين الإيرانين بشكل كبير بما حدث في ” الحركة الخضراء” التي اعقبت الانتخابات في إيران عام 2009.সম্প্রতি মিশরের প্রতিবাদ বিক্ষোভে এবং একটিভিস্টদের সামাজিক প্রচার মাধ্যম ব্যবহার করার বিষয়টি কয়েকজন ইরানী নাগরিককে, ২০০৯ সালে ইরানে রাষ্ট্রপতি নির্বাচন উত্তর “গ্রীন মুভমেন্ট” নামক আন্দোলনের কথা তীব্রভাবে স্মরণ করিয়ে দিচ্ছে।
4وعلى ما يبدو فإن الحكومة المصرية تنهج نفس النهج الإيراني عندما تحاول قمع المظاهرات في الشارع والرقابة على الانترنت.রাস্তায় বিক্ষোভ দমন এবং অনলাইনে সেন্সরশিপ প্রথা বলবৎ করার ক্ষেত্রে দৃশ্যত মিশরীয় সরকার ইরানের পদক্ষেপ অনুসরণ করছে।
5تحاول فيونا توضيح التشابه بين حملات الفيس بوك التي صنعها كل من المصريين والإيرانيين للمساعدة في تنظيم المظاهرات وأعربت عن سعادتها لنمو الحركة المضادة للدكاتورية في مصر [بالفارسية].”ইরান এবং মিশরের নাগরিকদের কি ভাবে ফেসবুক প্রচারণা, বিক্ষোভ সংগঠিত করতে সাহায্য করেছে, ভিওনা তার তুলনা করছে এবং ভদ্রমহিলা বলছে, মিশরে স্বৈরশাসক বিরোধী আন্দোলনকে বেগবান হতে দেখে তিনি আনন্দিত [ফারসী ভাষায়]।
6لقد كانت الموجة الخضراء درسا لكل محبي الحرية في العالم أجمع”، وتكتب بمزيد من الآمال المفعمة ما سوف يحدث في حال استمرار المظاهرات .সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষদের জন্য গ্রীন ওয়েভ নামক আন্দোলন ছিল এক শিক্ষা। এই বিক্ষোভ চলতে থাকার ক্ষেত্রে সে অনেক আশা নিয়ে লিখছে যে, “আমাদের শহীদের রক্ত বৃথা যাবে না” ।
7“لن تضيع دماء شهدائنا سدى .” وتنبأت المدونة الإيرانية Green Reform (الإصلاح الأخضر) بحذر بحدوث شيئ مثل ذلك في أغسطس 2010:কৌতুহলের বিষয়, ইরানের ব্লগ গ্রীন রিফর্মআগস্ট ২০১০-এ ভবিষ্যদ্বাণী করেছিল যে এ রকম কিছু ঘটতে যাচ্ছে [ফারসী ভাষায়]।
8تتوجه مصر برفق نحو الديمقراطية .মিশর গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে।
9فقد أصيب نظام مبارك بالضعف بينما يتزايد سخط الشعب.মুবারকের শাসন দুর্বল হয়ে পড়েছে এবং জনতার ক্ষোভ ক্রমশ বাড়ছে।
10الذي يعاني 30% منه من البطالة.দেশটির ৩০ শতাংশ নাগরিক বেকার।
11وعلاوة على ذلك، يوفر الإنترنت والفيس بوك أدوات لخلق جماعات جديدة في الحياة السياسية والمجتمع المدني .ইন্টারনেট এবং ফেসবুক মিশরের রাজনৈতিক জীবন এবং নাগরিক সামাজের মধ্যে নতুন দল তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে।
12وتقول Irangreenrevolution (ثورة إيران الخضراء):ইরানগ্রীনরেভ্যুলিউশন বলছে [ফারসী ভাষায়]:
13تتقدم الديمقراطية في الشرق الأوسط بخطى ثابتة .…মধ্যপ্রাচ্যে গণতন্ত্র ক্রমশ এগিয়ে যাচ্ছে।
14حيت تمتد الانتفاضة في تونس إلى مصر واليمن، فلماذا يلتزم زعماء الحركة الخضراء الإيرانية الصمت؟তিউনিশিয়ার গণ জাগরণের ধাক্কা এখন মিশর আর ইয়েমেনে এসে লেগেছে।
15بإمكان الشعب الإطاحة بنظام الحكم الإسلامي أيضا.ইরানের গ্রীন মুভমেন্টের নেতার কেন নীরব রয়েছে?
16ويقول Tweatter وهو مدون إيراني اخر :জনতা ইরানের ইসলামিক এই শাসন ব্যবস্থাকেও অপসারণ করতে সক্ষম।
17تونس حرة الآن وقريبا ما ستحصل كل من مصر واليمن على حريتهما.ইরানের আরেকজন ব্লগার তেওয়াত্তার বলছে [ফারসী ভাষায়]:
18ويردد زعماء المعارضة والجماهير في تلك الدول نفس الكلام “فالمصلحون المؤسساتيون” قد تمكنوا من كسر شوكة حركة التظاهر في ايران.তিউনিশিয়া এখন মুক্ত এবং শীঘ্রই মিশর এবং ইয়েমেন মুক্ত হয়ে যাবে। ওই সমস্ত দেশের বিরোধী নেতা এবং জনতা একই একই শব্দ উচ্চারণ করেছে।
19وفي نفس الوقت سلط بعض المدونين المؤيدين للجمهورية الإسلامية مثل Donyaye Syasat على الدور الذي تلعبه جماعة الإخوان المسلمين في مصر وشارك مقابلة بالفارسية مع إبراهيم منير وهوأحد زعماء الإخوان المسلمين والذي صرح بأن الموقف في مصر سيء للغاية لدرجة أنه لايعتقد أن بإمكان القوات العسكرية التابعة للحكومة ايقاف الناس .“প্রতিষ্ঠান সংস্কারপন্থীরা” ইরানের প্রতিবাদ আন্দোলনের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে। এদিকে কিছু ইসলামিক প্রজাতন্ত্রপন্থী ব্লগার, যেমন দোনইয়ায়ে সায়াসাত, মিশরে মুসলিম ব্রাদারহুডের ভূমিকার উপর মনোযোগ প্রদান করেছে।
20وقام Balatarin وهو مجتمع على الإنترنت يتمتع بشعبية كبيرة بنقل العديد من روابط مقالات الأخبار العالمية حول الاحتجاجات المصرية.সে ফারসী ভাষায় ইব্রাহিম মুনিরের এক সাক্ষাৎকার তুলে ধরছে। ইব্রাহিম মুনির মিশরে মুসলিম ব্রাদারহুড নামক দলের অন্যতম এক নেতা।
21هذه المقالة جزء من تغطيتنا الخاصة بإحتجاجات مصر 2911তিনি বলেছেন, মিশরের পরিস্থিত এতটাই খারাপ যে, তিনি মনে করেন না সরকারের সামরিক বাহিনী, লোকজনকে দমাতে পারবে।
22ইরানের এক জনপ্রিয় ওয়েব কমিউনিটির নাম বালাতারিন, সেখানে মিশরের প্রতিবাদ আন্দোলনের উপর প্রকাশিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অজস্র লিঙ্ক প্রদান করা হয়েছে।