Sentence alignment for gv-ara-20120625-23373.xml (html) - gv-ben-20120627-28171.xml (html)

#araben
1إسرائيل: مظاهرات عنيفة في تل أبيبইস্রায়েল: তেল আবিব জুড়ে সহিংস বিক্ষোভ
2انطلق الآلاف في شوارع تل أبيب مساء السبت ٢٣ من يونيو / حزيران، بعد اصطدامات عنيفة حدثت بين متظاهرين والشرطة في اليوم السابق.২৩শে জুন শনিবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ তেল আবিবের রাস্তায় নেমে আসে, আগের দিন বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘটিত সংঘটিত সহিংস সংঘাতের পর।
3২২শে জুন শুক্রবার সামাজিক ন্যায়বিচার (#জে১৪ হ্যাশট্যাগ) বিক্ষোভকারীরা তেল আবিবের রথশিল্ড বুলেভারে তাঁবু স্থাপন করে পুনরায় দখলে রাখার চেষ্টা করলে মারাত্বক পুলিশী সহিংসতার শিকার হয়।
4وفي يوم الجمعة ٢٢ من يونيو / حزيران، حاول متظاهرون من أجل العدالة الاجتماعية (j14#) إعادة احتلال جادة روثشيلد بتل أبيب بالخيام وقوبلوا بعنف شديد من قوات الشرطة.পুলিশ প্রধান ইয়োরাম ওচিওন বলেছেন আইনী “সমস্যা”র কারণে বিক্ষোভটির অনুমোদন ছিল না। #জে১৪ দাপ্তরিক ওয়েবসাইটটি শনিবার সন্ধ্যায় হাবিমা স্কোয়ারে জড়ো হতে এর সমর্থকদের আহবান করে:
5২২শে জুন শুক্রবার শিশু, নারী, বৃদ্ধ এবং উদ্বিগ্ন নাগরিকদের হিংস্রভাবে পেটানো হয় কারণ তারা সবচেয়ে মৌলিক অধিকার - বিক্ষোভ করার অধিকার - প্রয়োগ করেছিল।
6ذكر مدير الشرطة يورام اوشيون ان المظاهرة لم تحصل على الموافقة لأسباب قانونية.বুলেভারে আমাদের একটা তাঁবু স্থাপনের প্রচেষ্টার পরিণতি হলো রক্তাক্ত পা এবং বহু বিক্ষোভকারীর গ্রেপ্তার।
7আমরা ইজরায়েলের নাগরিকরা যে ভারসাম্যহীন ক্ষমতা এবং নিপীড়নের প্রয়োগ লাভ করেছি, সেটা দিয়েই ইস্রায়েলি শাসকগোষ্ঠী আজ আমাদেরকে হিংসাত্মক ভাবে গুঁড়িয়ে দেয়া করার চেষ্টা করছে।
8তারা আমাদের এপার্টমেন্ট, আমাদের কাজ, আমাদের মর্যাদার সঙ্গে বসবাসের অধিকার, আমাদের ভবিষ্যত, আশা ছিনিয়ে নিয়েছে - এবং বর্তমানে তারা আমাদের স্বাধীনতা কেঁড়ে নেয়ার চেষ্টা করছে।
9دعا الموقع الرسمي لمتظاهرون من أجل العدالة الاجتماعية للتجمع في ميدان هابيما يوم السبت مساءً:আপনার সোফা থেকে, টেলিভিশন থেকে, এ/সি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) এবং কেনাকাটার স্থান থেকে উঠে দাঁড়ান।
10আপনার গাড়ি থেকে বেরিয়ে আসুন, দেয়াল ভেঙ্গে ফেলুন এবং আমাদের সঙ্গে জেগে উঠুন - আমাদের ভবিষ্যত সংগ্রামের জন্যে গর্বিত ও সংকল্পবদ্ধভাবে।
11في يوم الجمعة، ٢٢ من يونيو/ حزيران، ضرب الأطفال والنساء وكبار السن ومواطنون قلقون بعنف لقيامهم بممارسة حق من حقوقهم الأساسية - الحق في التظاهر.প্রতিক্রিয়া হিসেবে হাজার হাজার জনগণ তেল আবিবের রাস্তায় ঝাঁপিয়ে পড়ে। বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে তীব্র সহিংসতা সংঘটিত হওয়ার পর ৮০ জনেরও বেশি বিক্ষোভকারী গ্রেপ্তার হয়।
12وكانت النتيجة لمحاولة نصب خيمة في الجادة سيقان دامية واعتقال العديد من المتظاهرين.ব্যাংকের জানালাগুলো ভেঙ্গে গুঁড়িয়ে যায় এবং শত শত লোক দুটি প্রধান রাস্তা এবং এয়ালন মহাসড়কের মাঝে অবরুদ্ধ হয়ে পড়ে।
13إن الاستخدام غير المتكافئ للقوة والاضطهاد الذي، نحن مواطنوا اسرائيل، قوبلنا به اليوم هو محاولة عنيفة من النظام الاسرائيلي للقضاء علينا.সারা সন্ধ্যা জুড়ে বিভিন্ন স্লোগান যেমন “জনগণ সামাজিক ন্যায়বিচার চায়”, “সকল জনগণ বিরোধীদলীয়” এবং “জনগণ গণতন্ত্র চায়” উচ্চারিত হয়।
14لقد أخذوا بيوتنا، وظائفنا، حقنا في العيش بكرامة، مستقبلنا، الأمل - والآن إنهم يحاولون سلبنا حريتنا.এখানে তেল আবিবের কিছু টুইট এবং ছবি রয়েছে। ওর্লি বার্লি [হিব্রু ভাষায়] লিখেছেন:
15تحرك من على الأريكة، من أمام التلفاز، مكيفات الهواء، والمولات.অনেকে গ্রেপ্তার হয়েছে। এর আগে পৌরসভার ভবনের দিকে ডিম ছুঁড়ে মারা হয়।
16اتركوا سياراتكم، حطموا الجدران، وانهضوا معنا - فخورين ومصممين على النضال من أجل مستقبلنا.এয়ালন (এইচডাব্লিউওয়াই), ইভেন জিভিরল এবং বিগিন সড়ক একই সময়ে অবরুদ্ধ হয়ে পড়ে।
17هنا بعض التغريدات والصور من تل أبيب [معظم الروابط بالعبرية]: كتبت أورلي بارليف:তিনটি ব্যাংকে ভাংচুর হয়। এই মূহুর্তে হাজার হাজার মানুষ পৌরসভা ভবনের সামনে রয়েছে।
18اعتقل العديدين.#জে১৪
19قبلها كان البيض يلقى على مبنى مجلس البلدية.নিতে পেরেৎজ মন্তব্য করছেন: - নিতে পেরেৎজ (@নিতেপি)২৩শে জুন, ২০১২
20যে দেশে অভিজাত সম্প্রদায়, ব্যাংক, সরকার, পুলিশ এবং বসতি স্থাপনকারীরা প্রতিদিন আইন ভাঙ্গে, সেখানে হঠাৎ করে কেন আপনারা সবাই একটি আইন ভাঙ্গাকে এত বড় একটি বিষয় বানিয়ে ফেললেন?
21أغلقوا الطريق السريع (أيالون) وطريقي جفيرول وبيجين في نفس الوقت.নিচের ছবিটিতে বিক্ষোভকারীদের এয়ালন মহাসড়কের দখল নিতে দেখা যাচ্ছে: সাব্বাস!
22বিক্ষোভকারীরা সম্পূর্ণভাবে তেল আবিবের এয়ালন মহাসড়ক অবরুদ্ধ করে ফেলেছে।
23واقتحمت ٣ بنوك .#দখল #জে১৪ #ইস্রায়েল টুইটপিক.
24والآلاف يقفون أمام مبنى مجلس البلدية الآن.কম/৯জেডকিউপি৬৫ - গিলাদ লোতান (@গিলগুল) ২৩শে জুন, ২০১২
25في بلد حيث النخب، البنوك، الشرطة والمستوطنين يسحقون القانون كل يوم، لماذا الكل فجأة يعطي أهمية لخرق القانون؟নিচের টুইটটি দুইদিন আগে পোস্ট করা হলেও সহিংসতা তূঙ্গে থাকার সময় বেশী পরিমাণে এর পুণঃটুইট করা হয়: - এমএল (@টুলটপ) ২২শে জুন, ২০১২
26الصورة في الأسفل تظهر المتظاهرين وهم يغلقون الطريق السريعরথশিল্ড বুলেভার্দে একটি তাঁবু স্থাপন করলে আপনি মারাত্মকভাবে গ্রেপ্তার হবেন।
27التغريدة اللاحقة كتبت قبل يومين وانتشرت بكثافة أثناء أحداث العنف:(অথচ) অধিকৃত অঞ্চলে কারো ব্যক্তিগত জমিতে একটি কাফেলা স্থাপন করলে আপনাকে একটি ঘর কিনে দেয়া হবে।
28انصب خيمة في روثشيلد وسيقبض عليك بعنف.এবং সবশেষে কোন একজন ট্যাগ দেয়া একটি পুলিশের গাড়ির ছবি পোস্ট করেছেন।
29ضع قافلة في ملكية خاصة لشخص في الأراضي المحتلة وستحصل على التمويل اللازم لتبني بيتاً.পুলিশের গাড়ির পিছনে লেখা আছে “মিশতা -রা'আল”। “মিশতারা” মানে পুলিশ এবং “রা'আল' মানে বিষ।
30في النهاية، قام شخص بوضع صورة لسيارة شرطة، مكتوب على مؤخرتها ” ميشتا - رائل”.কার্যকরী শব্দের খেলাটি সরকার এবং পুলিশ উভয়কেই বিষাক্ত হিসেবে নির্দেশ করে। “משטרעל”….
31ميشتارا تعني الشرطة، ميشتار تعني النظام ورائل تعني السم.#জে১৪ টুইটার. কম/বিনেইব্রাকি/স্ট্যাট…
32تلاعب لفظي فعال يشبه كل من النظام والشرطة بالسم.- דוס מחמד ® (@বিনেইব্রাকি) ২৩শে জুন, ২০১২
33هنا بعض المصادر المفيدة لمن يريد أن يتابع حركة العدالة الاجتماعية الإسرائيلية: - تغطية إليان الحية الممتازة - وسم J14# على تويتر - تحديثات J14 على فيسبوك - الموقع الرسمي لمتظاهرون من أجل العدالة الاجتماعيةযারা ইসরায়েলি সামাজিক ন্যায়বিচার আন্দোলনকে অনুসরণ করতে চান তাদের জন্যে এখানে দরকারী কিছু তথ্য রয়েছে: - এলিয়্যানের উৎকৃষ্ট লাইভস্ট্রীম - #জে১৪ টুইটারে - জে১৪ পাবলিক ফেসবুক স্ট্যাটাস আপডেটস - দাপ্তরিক জে১৪ ওয়েবসাইট