Sentence alignment for gv-ara-20111213-16396.xml (html) - gv-ben-20111215-21727.xml (html)

#araben
1সিরিয়াঃ রাজান ঘাজ্জাউয়ির বিরুদ্ধে অভিযোগ গঠন, ব্লগাররা তার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে
2سوريا: اتهام رزان غزاوي، والمدونون مستمرون في حملة تضامنهمএই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ
3লেবাননের দৈনিক পত্রিকা ডেইলি স্টারের এক প্রবন্ধ অনুসারে, গ্রেফতারের আট দিন পরে রাজান ঘাজ্জাউয়ির নামে অভিযোগ গঠন করা হয়েছে।
4هذه المقالة جزء من تغطية مظاهرات سوريا 2011.উক্ত প্রবন্ধে সংবাদ প্রদান করা হয়:
5بعد ثمانية أيّام من اعتقالها، تم توجيه عدّة تهم ضد المدوّنة السوريّة رزان غزّاوي، وفقاً لمقال نشر على صحيفة “ذا ديلي ستار ليبانون” اللبنانيّة، تورد [بالإنجليزيّة] الصحيفة:ঘাজ্জাউয়ির আইনজীবীর প্রদান করা সংবাদ অনুসারে, রাজানের বিরুদ্ধে “ এমন এক সংগঠন তৈরির অভিযোগ আনা হয়েছে, যা কিনা রাষ্ট্রের সামাজিক এবং অর্থনৈতিক পরিচয় পাল্টে দেবার চেষ্টার উদ্দেশ্য গঠন করা হয়েছিল।
6وفقاً لمحاميها، اتهمّت رزان “بإنشاء جمعية تهدف لتغيير كيان الدولة الإجتماعيّ والاقتصاديّ” “وإضعاف الشعور القوميّ” “ومحاولة إشعال فتنة طائفيّة”، اتهّامات قد تصل عقوبتها من ثلاثة سنوات إلى خمسة عشر سنة في السجن.একই সাথে তাঁর বিরুদ্ধে “ জাতীয় আবেগকে দুর্বল করে দেওয়া, আর জাতিগত দাঙ্গা উসকে দেবার” এবং “ জাতীয় আবেগকে দুর্বল” করার অভিযোগ আনা হয়েছে। এই সব অভিযোগ প্রমাণিত হলে, তার তিন থেকে পনের বছর পর্যন্ত জেল হতে পারে।
7على تويتر، كانت ردود أفعال مناصريها قويّة وحازمة ضد التهم الموجهة إليها، كتب المدوّن السوريّ أنس قطيش:টুইটারে, তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগের প্রতি তাঁর সমর্থকরা প্রবল প্রতিক্রিয়া প্রদর্শন করেছে। সিরিয়ান ব্লগার @ আনাস কাতায়েস লিখেছেন:
8شعار الحملة العالميّة الحريّة لرزانবিশ্ব জুড়ে রাজান ঘাজ্জাউয়িকে মুক্ত কর নামক প্রচারণার লোগো।
9@anasqtiesh: التهم الموجهة ضد رزان غزّاوي مهزلة، تماماً ككل شيء آخر يفعله النظام السوريّ.@আনাসকাতায়েস:রাজান ঘাজ্জাইয়ির বিরুদ্ধে হাস্যকর সব অভিযোগ দায়ের করা হয়েছে। সিরিয়ার শাসকদের অন্য সব কাজের মত।
10#FreeRazan #Syria#ফ্রিরাজান #সিরিয়া
11@anasqtiesh: “إضعاف الشعور القوميّ ومحاولة إشعال فتنة طائفيّة”، تهم يجب أن توجّه ضد الأسد.@“আনাসকাতায়েস : “জাতীয় আবেগকে দুর্বল করা এবং সম্প্রদায়গত সংঘর্ষকে উসকে দেবার চেষ্টা- অবশ্যই এই সমস্ত অভিযোগ আসাদের বিরুদ্ধে করা উচিত।
12#Syria #FreeRazan#সিরিয়া #ফ্রিরাজান
13الصحفيّة في قناة الجزيرة ديمة الخطيب، عبرت عن استيائها:আল জাজিরার সাংবাদিক দিমা খাতিবও একই ভাবে শঙ্কিত:
14حزينة لقراءة الأخبار حول رزان واتهامها بارتكاب “جرائم”، رزان ليست مجرمة رزان مناضلة في سبيل الحريّة.“অপরাধী” হিসেবে @রেডরাজানের বিরুদ্ধে অভিযোগ গঠনের সংবাদে আমি খুব বেদনার্ত, রাজান কোন অপরাধী নয়। রাজান এক স্বাধীনতার যোদ্ধা #ফ্রিরাজান
15انزعج كارل شارو بشّدة من التهم الموجهة ضد الرزان، بشكل خاص من تهمة محددة، يكتب:এই সব অভিযোগের ঘটনায় কার্ল শারর ক্ষুব্ধ, তবে বিশেষ করে একটি অভিযোগের প্রতি তিনি তার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি লিখেছেন:
16تهمة “محاولة إشعال فتنة طائفيّة” كانت مزعجة أكثر من أي شيء، رزان مكرسّة ضد الطائفيّة.কিন্তু “ সম্প্রদায় গত দাঙ্গা উসকে দেবার চেষ্টা” নামক অভিযোগ যে কোনটির চেয়ে হীন এক অভিযোগ। সম্প্রদায়গত সম্প্রতি বজায় রাখার জন্য রাজান সব সময় সচেষ্ট ছিল।
17#freeRazan#ফ্রিরাজান
18الكاتبة في الأصوات العالميّة لورا فيدال، من فنزويلا، كتبت:ভেনিজুয়েলার বাসিন্দা, গ্লোবাল ভয়েসেস-এর লেখিকা লরা ভিদাল লিখেছেন:
19عندما تُسكت الحكومة مدوّنـ/ـة، فهذا يثبت بأنّهـ/ـا على حق.যখন সরকার কোন ব্লগারকে চুপ করিয়ে দেয়, তখন তার অধিকারের দাবী যৌক্তিক বলে প্রমাণিত হয়।
20#FreeRazan# ফ্রিরাজান
21حملات التضامن مع رزان مستمرّة، المدوّنة الفلسطينيّة عبير قبطي، كتبت على تويتر:রাজানের প্রতি সমর্থনের জন্য প্রচারণা চলছে। প্যালেস্টাইনের ব্লগার আবির কপ্তি টুইট করেছে :
22المدونون الفلسطينيّون يعملون على إطلاق بيان يدعو لإطلاق رزان، وجميع السجناء السياسيّين في سورية.প্যালেস্টাইনী ব্লগাররা “রাজান (#ফ্রীরাজান) এবং সকল সিরিয় রাজনৈতিক বন্দীদের মুক্ত কর নামক” এক বিবৃতি আহ্বান করে, তার জন্য কাজ করেছে।
23تم إنشاء صفحة فيسبوك لتنسيق جهود الحملة، بينما يقوم أنصارها باستخدام الوسم #freerazan على تويتر لمشاركة التحديثات. هذه المقالة جزء من تغطية مظاهرات سوريا 2011.এই প্রচারণার সম্বনয় সাধনের জন্য ফেসবুকের একটি পাতা ব্যবহার করা হয়েছে, এদিকে টুইটারে এই বিষয়ে তাজা সংবাদ প্রদান করার জন্য #ফ্রিরাজান নামক হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।