# | ara | ben |
---|
1 | بالفيديو: مقاتلون إيرانيون في الحرب الأهلية السورية | সিরিয়া যুদ্ধের এই ভিডিওতে কি যুদ্ধরত ইরানিদের দেখা যাবে ? |
2 | [معظم الروابط بالانجليزية] نعلم أن إيران تدعم النظام السوري، لكن دلائل التورط الميداني المباشر قليلة. | ইরান সিরিয়ার বর্তমান শাসন ব্যবস্থাকে সমর্থন করে, এটা সবার জানা থাকলেও সিরিয়ার মাটিতে ইরানের সরাসরি জড়িত থাকার প্রমাণ খুব সামান্যই। |
3 | انتشرت حالياً شرائط الفيديو التي تشير إلى أفراد ببذلات عسكرية يتكلمون الفارسية، ويعملون من داخل سوريا بتنسيق مع القوات النظامية. | এখন একটি ভিডিও সিরিজে সামরিক ইউনিফর্ম পরিহিত ফার্সি ভাষী একজনকে দেখার অর্থ হচ্ছে, সিরিয়ার ভিতরে তাঁরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিপথে চলে যাওয়া সরকারি বাহিনীর সঙ্গেও কাজ করছে। |
4 | ويظهر أن ثواراً سوريين أجبروا جنوداً موالين لبشار الأسد وحصلوا على مقاطع فيديو لمستشارين عسكريين إيرانيين محتملين يعملون مع السوريين. | স্পষ্টত, সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সৈন্যদের দমন করেছে এবং সিরিয়ানদের সঙ্গে কাজ করা ইরানী সামরিক উপদেষ্টা কি ধরণের কাজ করতে পারেন তাঁর একটা ভিডিও ফুটেজও তাঁরা পেয়েছে। |
5 | نسمع الرجل في الشريط أعلاه يتحدث بالفارسية ليطلب من أحدهم رقماً هاتفياً في طهران. | উপরে ভিডিওর মানুষটিকে ফার্সিতে কথা বলতে শোনা যাচ্ছে এবং তেহরানের একটি ফোন নম্বরের জন্য তিনি কেউকে জিজ্ঞেস করছেন। |
6 | حسب النيويورك تايمز، فقد أذيعت مقاطع الفيديو على نطاق واسع في وسائل الإعلام الدولية رغم صعوبة التحقق المستقل من صحتها. | নিউ ইয়র্ক টাইমসের মতে, ভিডিওটি ব্যাপকভাবে আন্তর্জাতিক মিডিয়াতে শেয়ার করা হয়েছে। যদিও স্বাধীনভাবে তাদের দাবি যাচাই করা কঠিন। |
7 | واستنادا إلى معلومات واردة من إيران، تخمن مدونة The Lede Blog أن الصور سجلها مخرج وثائقي إيراني من المحتمل أنه قتل في سوريا. | ইরান থেকে রিপোর্ট অনুযায়ী, দ্যা লেজ ব্লগ ধারণা করছে, ফুটেজটি সম্ভবত একজন ইরানী তথ্যচিত্র চলচ্চিত্রকার দ্বারা রেকর্ড করা হয়ে থাকতে পারে। জনশ্রুতি আছে, তাঁকে সিরিয়ায় হত্যা করা হয়। |
8 | إيرانيون في مسيرة | রাস্তায় ইরানিরা |
9 | محادثة أخرى تم تصويرها داخل سيارة لإيرانيين تشير لحاجتهم إلى مختصين لإرشادهم وتوجيههم. | আরেকটি চলচ্চিত্র কথোপকথনে গাড়িতে দু জন ইরানি বলছেন, নির্দেশনা দিতে সক্ষম এবং নেতৃত্বের জন্য তাঁদের বিশেষ মানুষের প্রয়োজন। |
10 | يقول السائق أن “المنطقة تم تطهيرها من [الثوار] بصعوبة.” | ড্রাইভার বলেছেন, “এই অংশ থেকে তাঁরা [বিদ্রোহীদের] অনেক কষ্টে নির্মূল হয়েছে “। |
11 | ثم تجاوزوا أرتالا عسكرية مرات عديدة، قال السائق في إحدى المرات إنهم من الحرس الرئاسي. | বহুবার তারা সামরিক বাহিনীকে অতিক্রম করেছে এবং ড্রাইভার একবার বলেছেন, এরা হচ্ছে রাষ্ট্রপতির রক্ষীবাহিনী। |
12 | وهناك أيضا محادثة بالعربية بين السائق الإيراني وجنود سوريين. | ইরানী ড্রাইভার এবং সিরিয়ার সৈন্যদের মধ্যে আরবিতে একটি কথোপকথনও সেখানে আছে। |
13 | جنود إيرانيون في استراحة | সামরিক বাহিনীর ইরানীদের বিশ্রাম |
14 | “قائد” إيراني | ইরানী “কমান্ডার” |
15 | وهنا يقول قائد عسكري إيراني: “لقد بعثنا قوات إلى الناحية اليسرى من الميدان.” | একজন ইরানী কমান্ডার বলেছেন, “আমরা মাঠের বাম অংশে সৈন্য পাঠিয়েছি”। |