Sentence alignment for gv-ara-20140204-32532.xml (html) - gv-ben-20131218-40700.xml (html)

#araben
1لا لتفكيك الأسلحة الكيميائية السورية في ألبانياআলবেনিয়াতে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ধ্বংস নয়
2أغضبت تقارير تواردت عن تدمير مخزون الأسلحة الكيميائية في سوريا في ألبانيا الشعب الألباني، الذي خرج إلى الشوارع للاحتجاج على هذا الاقتراح.সম্প্রতি রিপোর্ট করা হয়েছে যে, সিরিয়ার লুকানো রাসায়নিক অস্ত্র আলবেনিয়াতে ধ্বংস করা হবে। এ খবরে আলবেনিয়ার নাগরিকরা বেশ ক্ষুব্ধ।
3وفي أعقاب الاحتجاجات، رفضت الحكومة الألبانية استضافة تفكيك 1300 طن من غاز السارين والخردل وغيرها من المواد السامة.তারা এই প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় বেড়িয়ে এসেছে।
4প্রতিবাদের পরপরই আলবেনিয়ার সরকার সিরিয়ার ১ হাজার ৩ শত মেট্রিক টন সারিন, মাস্টারড এবং অন্যান্য অনুঘটক আলবেনিয়াতে ধ্বংস করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
5على شبكة الإنترنت، عبر مستخدمو الانترنت الألبانيون عن آرائهم بشكل علني.আলবেনিয়ার ইন্টারনেটবাসীরা অনলাইনে এ বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
6تجمع دعاة حماية البيئة في 12 نوفمبر / تشرين الثاني في العاصمة الألبانية تيرانا للاحتجاج على خطة بلادهم لقبول الأسلحة الكيميائية من سوريا. المصدر: برنامج تلفزيوني نيوز آور.সিরিয়ার রাসায়নিক অস্ত্র গ্রহনে দেশের পরিকল্পনার প্রতিবাদ জানাতে গত ১২ নভেম্বর তারিখে পরিবেশবাদীরা আলবেনিয়ার রাজধানী শহর তিরানায় সমাবেত হয়।
7استخدمت تحت رخصة المشاع الابداعيসূত্রঃ পি বি এস নিউজআউয়ার।
8كتبت المدونة Albania Reloaded أو “ألبانيا في صورتها الجديدة” رسالة مفتوحة للرئيس أوباما:প্রেসিডেন্ট ওবামার কাছে লেখা একটি খোলা চিঠিতে আলবেনিয়া রিলোডেড লিখেছেঃ
9أنا مواطن من ألبانيا يشعر بقلق عميق، ككل الملايين من الألبان الذين صدموا من الأخبار التي تقول أن الترسانة الكيميائية القاتلة السامة من نظام الأسد سترسو على الشواطئ الألبانية.আমি আলবেনিয়ার চরম উদ্বিগ্ন একজন নাগরিক যে লক্ষ লক্ষ আলবেনীয়র মত একটি ​​খবরে মর্মাহত। খবরটি হচ্ছে, আসাদ সরকারের মারাত্মক বিষাক্ত রাসায়নিক অস্ত্র ভাণ্ডার আলবেনিয়ার তীরে অবতরণ করতে যাচ্ছে।
10بالنسبة لبلد صغير بحجم 28 ألف كيلومتر مربع، مكتظ بالسكان، مع ضعف البنية التحتية، مع مشاكل لا حصر لها في كل قطاع من قطاعات الاقتصاد، والصحة، والتعليم، والبيئة، والزراعة، والسياحة، و بلد يكافح لأكثر من عقدين من الزمان لمحاربة الفساد والجريمة المنظمة في كل خلية من مجتمعنا، يكون قرار تفكيك الأسلحة الكيميائية في ألبانيا قرار سام.২৮ হাজার বর্গ কিলোমিটারের এই ছোট অতিরিক্ত জনবহুল দেশটি দরিদ্র পরিকাঠামো সহ অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, কৃষি, পর্যটন ইত্যাদি প্রতিটি খাতে অগণিত সমস্যায় জর্জরিত। আমাদের সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সংগঠিত অপরাধ।
11التأثير القاتل لهذا القرار المحتمل سينعكس بلا شك على حياة الألبان والأجيال القادمة.গত দুই দশক ধরে আমারা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করছি।
12وأوضح روبرت كيرياكيادس القضية في مدونة ليس في عقر داري - تدمير الأسلحة الكيميائية السورية في ألبانيا:আলবেনিয়ায় রাসায়নিক অস্ত্র ধ্বংসের সিদ্ধান্ত হবে খুবই ভয়ংকর।
13এই সম্ভাব্য সিদ্ধান্ত আলবেনীয়দের জীবন এবং তাঁদের অনাগত প্রজন্মের উপর প্রশ্নাতীতভাবে মারাত্মক প্রভাব ফেলবে।
14রবার্ট কাইরিয়াকিদেস তার ব্লগে বিষয়টি ব্যাখ্যা করেছেন, আমার উঠানে নয় - আলবেনিয়ায় সিরিয়ার রাসায়নিক অস্ত্র অন্তক:
15المصدر: أصدقاء سوريا على ووردبرس.সূত্রঃ ওয়ার্ডপ্রেসে সিরিয়ার বন্ধুরা।
16استخدمت تحت رخصة المشاع الابداعيসিসি বাই ২. ০ এর অধীনে ব্যবহৃত
17لم نعد نسمع الكثير عن سوريا هذه الأيام.এই দিনগুলোতে সিরিয়া সম্পর্কে আমরা বেশি কিছু শুনতে পাইনি।
18এর অর্থ হচ্ছে, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের চুক্তি পাশ্চাত্য গণতন্ত্র দ্বারা তাঁদের উপর হস্তক্ষেপের হুমকি দূর করে দিয়েছে।
19يبدو أن الاتفاق على إزالة الأسلحة الكيميائية من سوريا وتدميرها قد نزع كل تهديد لتدخل الديمقراطيات الغربية التي لن تقصف سوريا لإضافة مزيد من الدمار إلى الدمار والموت الذي يلحقه السوريون بأنفسهم، مع القليل من المساعدة من أصدقائهم.তাঁরা এখন সিরিয়ায় বোমা নিক্ষেপ করবে না এবং তাদের বন্ধুদের কাছ থেকে সামান্য সাহায্য নিয়ে ধ্বংস ও মৃত্যু দিয়ে তাঁরা তাদের নিজের ধ্বংস ডেকে আনবে যেটি সিরিয়ানরা নিজেদের উপর আরোপ করেছিল।