Sentence alignment for gv-ara-20100209-3318.xml (html) - gv-ben-20100216-9573.xml (html)

#araben
1إعلان أصوات عالمية وجووجل عن لجنة لجائزة حرية التعبيرগ্লোবাল ভয়েসেস আর গুগুল বাক প্রকাশের স্বাধীনতা পুরষ্কারের জুরি ঘোষণা করেছেন
2جائزة كسر الحواجز هي جائزة حديثة من جووجل وأصوات عالمية بدعم من طومسون رويترز، لتكريم المشروعات البارزة على شبكة انترنت للأفراد والجماعات الذين يبدون شجاعة وحماس وفاعلية في استخدام انترنت لتعزيز حرية التعبير.গুগল আর গ্লোবাল ভয়েসেস ব্রেকিং বর্ডার্স পুরষ্কার নামে নতুন একটি পুরষ্কার চালু করেছে আর এটা সমর্থন করেছে থমসন রয়টার্স। এর লক্ষ্য সেই সব ব্যক্তি বা দলগত উদ্যোগে পরিচালিত উত্তম ওয়েব প্রকল্পকে সম্মান জানানো যারা ইন্টারনেটের মাধ্যমে বাক প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সাহস, শক্তি আর উৎকর্ষতা দেখায় ।
3نفتخر بالإعلان عن أعضاء لجنة التحكيم للجائزة.আমরা গর্বিত এই পুরষ্কারের জুরি সদস্যদের নাম ঘোষণা করতে পারায়।
4تشكلت اللجنة من خبراء وقادة في مجال حرية التعبير والصحافة والنشاط الإلكتروني وقطاع التكنولوجيا، كما تضم ممثلين من جميع أنحاء العالم.জুরি গঠন করা হয়েছে বাক প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতা, ডিজিটাল কাজ আর প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ আর নেতাদের সমন্বয়ে আর এই দলে বিশ্বের বিভিন্ন স্থানের প্রতিনিধি আছেন।
5أعضاء هيئة التحكيم هم:জুরির সদস্যরা হলেন:
6Sheila Coronel: مدير مركز Stabile لصحافة التحقيقات، أستاذ في الممارسة المهنية، خريجة جامعة كولومبيا من كلية الدراسات العليا في الصحافة.শিলা করোনেল: স্টেবাইল সেন্টারের তদন্ত সাংবাদিকতা প্রকল্পের পরিচালক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট স্কুল অফ জার্নালিজমের পেশাগত প্রয়োগ বিষয়ে অধ্যাপক।
7Jose Roberto de Toledo: منسق تدريب و مشاريع، مدير الرابطة البرازيلية للصحافة الاستقصائية PrimaPagina.হেসে রোবার্তো দে টলেদো: তদন্ত সাংবাদিকতার ব্রাজিলিয়ান এসোসিয়েশনের প্রকল্প আর প্রশিক্ষন সমন্বায়ক, প্রাইমা পাগিনার পরিচালক।
8Edetaen Ojo: داعية لتبادل حرية التعبير الدولية، والمدير التنفيذي لجدول أعمال الحقوق الإعلامية.এদেতিয়ান ওজো: আর্ন্তজাতিক বাক প্রকাশের স্বাধীনতা বিনিময়ের কনভেনর এবং মিডিয়া রাইটস এজেন্ডার নির্বাহী পরিচালক।
9Dean Wright: محرر عالمي في الأخلاقيات ومعايير الابتكار والأخبار، وكالة رويترز.ডিন রাইট: রয়টার্সের নীতি, উদ্ভাবন আর সংবাদের মান সংক্রান্ত বিশ্ব সম্পাদক।
10Rebecca MacKinnon: مؤسس مشارك بأصوات عالمية؛ زميل زائر بمركز جامعةِ برنستون لتقنيةِ المعلومات.রেবেকা ম্যাকিনন: সহ-প্রতিষ্ঠাতা, গ্লোবাল ভয়েসেস আর প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি সেন্টারের ভিজিটিং ফেলো
11Robert Boorstin: مدير السياسة العامة في جووجل.রবার্ট বুরস্টিন: গুগলের পাবলিক পলিসির পরিচালক।
12جائزة كسر الحواجز مفتوحة للناس من كل الجنسيات، يتم اختيار الفائزين من قبل لجنة خبراء في مجال حرية التعبير، وتُمنَح جائزة نقدية مقدارها 10,000$ في كل من الثلاث مجالات الآتية:ব্রেকিং বর্ডার পুরষ্কার সব জাতির মানুষের জন্য উন্মুক্ত। বাক প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বিশেষজ্ঞের একটা প্যানেল বিজয়ীদের নির্বাচন করবেন।
131. الدفاع: وتمنح للناشط أو المجموعة التي استخدمت أدوات الانترنت لتشجيع حرية التعبير، والتغييرات السياسية.নিম্নের তিনটি বিষয়ের প্রত্যেকটিতে ১০,০০০ মার্কিন ডলার করে নগদ পুরষ্কার দেয়া হবে:
142. التكنولوجيا: وتمنح للفرد أو الجماعة ممن ابتكر أداة مهمة تتيح حرية التعبير وتوسع فرص الحصول على المعلومات.১। অ্যাডভোকেসি: কোন কর্মী বা দলকে দেয়া হবে যারা অনলাইন টুলস ব্যবহার করেছেন স্বাধীন প্রকাশকে তুলে ধরতে বা রাজনৈতিক পরিবর্তনকে যারা উদ্বুদ্ধ করেছেন।
153. السياسات: وتمنح لصانع قرار أو زعيم منظمة غير حكومية أَو مسئول حكومي قدم مساهمة بارزة في هذا المجال.২। প্রযুক্তি: কোন ব্যক্তি বা দলকে দেয়া হবে যারা গুরুত্বপূর্ণ কোন টুলস তৈরি করেছেন যা স্বাধীন বাক প্রকাশে সাহায্য করে আর তথ্য পেতে সাহায্য করে।
16ويمكن تقديم ترشيح أو معلومات إضافية حول الجائزة في http://breakingborders.net وتختتم يوم 15 فبراير 2010৩। নীতি যা একজন নীতি নির্ধারককে, সরকারী কর্মকর্তা বা এনজিও প্রধানকে দেয়া হয় যিনি এই ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন।
17মনোনয়ন আর ব্রেকিং বর্ডার্স পুরষ্কার সম্পর্কে আরো তথ্য জমা দেয়া যাবে http://breakingborders.net ওয়েবসাইটে আর এটা বন্ধ হবে আগামী ১৫ই ফেব্রুয়ারি, ২০১০ তারিখে।
18يتحمس موقع الأصوات العالمية جداً للمشاركة في هذا الحدث.গ্লোবাল ভয়েসেস খুব আনন্দিত এই অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে।
19اتصل بنا على nomination@breakingborders.net لأية أسئلة.যেকোন প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন নমিনেশন@ব্রেকিংবর্ডারস. নেট (nomination@breakingborders.net ) এ।