Sentence alignment for gv-ara-20110925-14079.xml (html) - gv-ben-20110929-20301.xml (html)

#araben
1الأردن: أعضاء البرلمان يشنون حربا على الشبابজর্ডানঃ সংসদ সদস্যরা তরুণদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে
2لقد كان مقر جلسات البرلمان لهذا الأسبوع في عمان بالأردن، مركزا للاستياء الجماعي خاصة بين جمهور الشباب.এই সপ্তাহে জর্ডানের রাজধানী আম্মানে, সংসদে জনপ্রতিনিধিদের আলোচনা জনতার মাঝে এক অসন্তোষের সৃষ্টি করে, বিশেষ করে, তরুণ সম্প্রদায়ের মধ্যে।
3كانت أحد الموضوعات المفتوحة للنقاش، التعديلات الدستورية المقترحة لتقليل سن الأهلية المطلوب لخوض الانتخابات البرلمانية من 30 إلى 25 عاما.সে সময় সংসদে একটি বিষয় আলোচনার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, এতে সংসদে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে কমিয়ে ২৫ বছরে নামিয়ে আনার এক প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনের উপর এই আলোচনার প্রস্তাব করা হয়েছিল।
4ووفقا للمتوقع، تغيب عشرون عضوا وصوت 49 لصالح التعديل، بينما صوت 49 بالرفض، في حين امتنع اثنان عن التصويت.যথারীতি সেদিন ২০ জন সংসদ সদস্য অনুপস্থিত ছিল, ৪৯ জন সংসদ প্রস্তাবিত সংশোধনের পক্ষে এবং ৪৯ এটি বাতিল করার পক্ষে ভোট প্রদান করে, আর ২ জন সংসদ ভোট দানে বিরত থাকে।
5সংসদে এই বিষয়ে এক তীব্র এবং উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়, যেখানে কয়েকজন সংসদ এমন একটি দেশের তরুণ জনগোষ্ঠীর রাজনীতিতে যুক্ত হবার ব্যাপারে প্রবল বিরোধীতা করে, যে দেশের শতকরা ৭০ শতাংশ নাগরিকের বয়স ৩০-এর নীচে।
6وجرى تحت قبة البرلمان نقاش ساخن وصاخب حول التعديل المقترح.এই সংশোধনী পাশ হয়নি। আহমাদ জাতারি কয়েকজন সংসদের অপমানজনক মন্তব্যের সারাংশ করেছে:
7حيث عبر بعض الأعضاء عن الرفض الشديد لدعم انضمام صغار السن في بلد 70% من تعداد سكانها تحت سن الثلاثين عاما.@আহমাদজাতারি: আলি খালায়েলে: সক্রিয় তরুণরা যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স দ্বারা সংগঠিত, যে দেশসমূহ তাদের ইচ্ছেমত তরুণদের ব্যবহার করে। এবং প্রস্তাবিত ন্যুনতম ২৫ বছর বয়স সম্বন্ধে উক্ত সংসদের মন্তব্য ছিল:
8ولم يتم تمرير التعديلات. لخص أحمد زعتري بعضا من التعليقات الهجومية من أعضاء البرلمان:“ দলে, পালক না গজানো শাবক ছাড়া আর কেউ নেই' (আরবী প্রবাদ, যার অর্থ হচ্ছে যে সমাজে কেবল অযোগ্যরা অবশিষ্ট রয়েছে)।
9@AhmadZatari: علي الخلايلة “شباب الحراك تقودهم أمريكا وفرنسا وتحركهم بإرادتها، كما قال أثناء التصويت على سن 25 عاماً للترشح “ما ظل بالخم إلا ممعوط الذنب”@ আহমাদজাতারি:সংসদ সদস্য মোহাম্মাদ থাইউয়েব প্রস্তাবিত ন্যুনতম বয়স সীমা ২৫ বছরের বিষয়ে এই বলে হস্তক্ষেপ করে যে, “ আমরা তাদের মদ্যপান করার জন্য এখানে প্রবেশ করতে দিতে চাই না”।
10@AhmadZatari: النائب محمد الذويب بمداخلته خلال التصويت على سن 25 عاما للترشح بقوله “ما بدنا يجونا سكرانينহাজেম জুরেকাত, জর্ডানের এক পরিবহণ পরিকল্পনাবিদ এবং অর্থনীতিবিদ। তিনি আরেক সংসদের হস্তক্ষেপের বিষয়ে টুইট করেছে:
11كما دون حازم زريقات الخبير الاقتصادي ومخطط النقل الأردني، مداخلة نائب آخر:@হাজেম: “তালাল আলফোউর”; যারা বয়সে তরুণ এবং অনভিজ্ঞ… তারা ফ্রান্স এবং পশ্চিমের দ্বারা প্ররোচিত……তারা তরুণ, তাদের কোন অভিজ্ঞতা নেই।
12@hazem:طلال الفاعور: ” هؤلاء حديثو السن وعديمي الخبرة ..এবং এই জর্ডানি নাগরিক, যার টুইটারের মানে দুর্নীতির এক ছদ্ম চেহারা।
13وموجهون من فرنسا والغرب ؟؟তিনি জিজ্ঞেস করছেন :
14هؤلاء صغار لا خبرة عندهم وسأل هذا الأردني، والذي يعني اسمه على تويتر “واجهة الفساد”:@ফাসেদআলফাসাদ: কেন তারা সমগ্র জাতি অথবা একটা প্রজন্মকে এত সহজেই অপমান করে, এদিকে একজন পুরুষ অথবা নারী সিদ্ধান্ত গ্রহণকারী (সংসদ সদস্য) সমালোচনাকে ভয় করে অথবা কাউকে সেই কাজ করা থেকে বিরত রাখে। ?
15@FacadeAlFasad: لماذا يستسهلون اهانة شعب باكمله او جيل كامل و لكن يخافون حتى من انتقاد رجل واحد او امرأة واحدة في صنع القرارআহমেদ আলহুয়ারি পরিহাস করে বলেন: @হুয়ারী: তাজা সংবাদ: আমরা সীমানাহীন পালক না গজানো এক শাবকদের সমাজ স্থাপন করেছি, যদি আগ্রহী হন তাহলে যোগদান করুন, দয়া করে এটাকে আবার টুইট করেন
16وقال أحمد الحواري مازحا: @huwwary: خبر عاجل: تأسيس جمعية ممعوطين بلا حدود، فمن يرغب بالاشتراك يعمل ريتويتএবং ফিলিস্তিনি কবি এবং লেখক, মোউরিদ বারঘোতি একটি প্রশ্ন টুইট করেছেন, আমি নিজে প্রায়শ বিস্মিত হই যখন দেখি এইসব তরুণদের আঘাত করা হয়:
17تساءل الشاعر والأديب الفلسطيني مريد البرغوثي عبر تويتر سؤالا كثيرا ما أطرجه عن نفسي عندما أسمع تقريعا للشباب:@মোউরিদবারঘোতি: পালক না গজানো শাবকদের এই শত্রু, সে তার নিজের সন্তানদের কি ভাবে যত্ন নেয়? গতকাল সংসদের বাইরে অনুষ্ঠিত এক বিক্ষোভে এক তরুণ জর্ডানি নাগরিকের হাতে ধরা এক একটি পোস্টার।
18@MouridBarghouti: عدو الممعوطين كيف يعامل أبناءه؟
19صورة للافتة رفعها شاب أردني من المحتجين أمام البرلمان أمس.এই পোস্টারে লেখা রয়েছে, যদি সারা বিশ্বও আমার বিপক্ষে যায়, তারপরেও আমি এক পালকবিহীন শাবক।
20تصوير @eman على موقع تويتر.আমি চ্যালেঞ্জ ভালবাসি। ছবি টুইটারের @ইমান-এর।
21أحمد زعتري عبر تويتر معلنا عن الاحتجاج:আহমেদ জাতারি এক সংগঠিত প্রতিবাদের বিষয়ে টুইট করেছে
22@AhmadZatari:إذا شعرت بالإهانة من النواب، انضم/ي إلى اعتصام اليوم أمام المجلس، الساعة 5:30@আহমেদজারাতি: যদি আপনারা সংসদ সদস্যদের দ্বারা অপমানিত হয়েছেন বলে মনে করেন, তাহলে ২২ সেপ্টেম্বর তারিখে, ৫. ৩০ মিনিটে সংসদের সামনে এক প্রতিবাদে যোগদান করুন।
23تهزأ الناشطة إيمان جردات :একটিভিস্ট ইমান জারদাত পরিহাস ক্রমে বলেন:
24@eman:هل انت سكران و ممعوط و موجه من امريكا و فرنسا؟@ইমান: আপনি কি মাতাল, একটি পালকবিহীন শাবক, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের দ্বারা প্রভাবিত ?
25اذا كنت فتاة هل انت مفرعة ايضا؟আপনি কি একটি উন্মুক্ত বাহু প্রদর্শনকারী এক মহিলা?
26و بتنزلي على المظاهرة مع صاحبك؟আপনি কি আপনার ছেলে বন্ধুর সাথে বিক্ষোভে অংশ নেন?
27اذن انت شاب اردنيতাহলে আপনি এক জর্ডানি তরুণী।
28سأل باتر وردام، مسئول تواصل بيئي:বাতির ওয়ারদাম, পরিবেশ বিষয়ক এক ধারাভাষ্যকার, তিনি প্রশ্ন করেছেন:
29@batirw:هل يمكن أن نستنتج من تعليق النائب المحترم حول “ممعوط الذنب” أن مجلس النواب هو خم؟@বাতিরদাব্লিউ: আমরা কি শ্রদ্ধেয় সংসদ সদস্যদের মন্তব্য পালকবিহীন শাবক থেকে কি এই বিষয়টি বাদ দিতে পারি যে, সংসদ হচ্ছে এক মুরগীর খাঁচা ??
30تندد آية الموسى بالإهانة:আইয়া আলমুসা এই অপমানের বিরুদ্ধে কথা বলছেন:
31@Andareee:يجب حل الخم الذي أهان جيل بكامله بوصفهم ممعوطين الذنب.@আন্দারিইইই: আমরা অবশ্যই এই সব আইনের রক্ষকদের বিদায় দিয়ে দেব, যারা পালকবিহীন শাবক বলে অভিহিত করে সমগ্র জাতিকে অপমান করেছে।
32هيك نواب ما بمثلوا حداএই সমস্ত সংসদ সদস্যরা কারো প্রতিনিধিত্ব করে না
33قرر مجلس النواب مسح الإهانة من تسجيل الجلسة مقدما اعتذرا.এর মধ্যে সবচেয়ে ভালো সংবাদ হচ্ছে যে সংসদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে উক্ত অধিবেশনের এই আলোচনা মুছে ফেলা হবে, আর এর জন্য ক্ষমা চাওয়া হবে।
34ربما قد مسحت من التسجيل، بينما أفلاما على يوتيوب مثل هذا التسجيل لـ jordandaystv يؤكد بقاء هذه الوئيقة الأصلية المحفوظة والسليمة من العبث.সম্ভবত আলোচনা থেকে এই শব্দগুলো মুছে ফেলা হয়েছে, তবে ইন্টারনেটে, যেমন জর্ডানডের ধারণ করা এ রকম ভিডিও (ভিডিও আরবিতে) নিশ্চিত করেছে যে সঠিক, অবিকৃত, সংরক্ষিত ভিডিও এখনো জীবন্ত রয়েছে।