Sentence alignment for gv-ara-20131022-31453.xml (html) - gv-ben-20131022-39571.xml (html)

#araben
1صور لمئات الضحايا ودمار كنائس أثرية في زلزال الفلبينছবিঃ ভূমিকম্পে ফিলিপাইনের ঐতিহাসিক গির্জা ধ্বংস, কয়েকশ লোক নিহত
2انهيار القسم الأمامي والمتوسط لكنيسة لوبوك في بوهول، تم تحميل الصورة من قبل تصوير tokyodrastic@ على تويترবহলের লবক চার্চটির সামনের এবং মাঝের অংশের বিধ্বস্ত চেহারা।
3أدى زلزال بقوة 7.2 إلى مقتل أكثر من 150 شخصاً في الجزر المركزية للفيليبين بوهول وسيبو وذلك يوم الثلاثاء في 15 أكتوبر / تشرين الأول 2013.ছবিঃ টোকিও ড্রাস্টিক গত ১৫ অক্টোবর, ২০১৩ তারিখ মঙ্গলবারে কেন্দ্রীয় ফিলিপাইনের বহল এবং কেবু দ্বীপে রিখটার স্কেলে ৭.
4بدأ الزلزال القوي في بوهول، حيث سُجل توقيت الاهتزاز السطحي في الساعة 8:12 صباحاً ،وسبَّب دمار الطرق، والبيوت، والأبنية، والكنائس التاريخية على الجزيرة.২ মাত্রার ভূমিকম্পে দেড়শও বেশী লোক নিহত হয়েছে। এই শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তি ঘটে বহল দ্বীপ থেকে।
5وكذلك الأمر في الجزيرة المجاورة سيبو، وهي ثاني أكبر مركز حضري في البلد، وتقع خارج حدود العاصمة مانيلا.সেখানে সকাল ৮ টা ১২ মিনিটে ভূমিকম্পটির উপকেন্দ্রে ভূমিকম্পন রেকর্ড করা হয়।
6عانت هذه الجزيرة بما فيها من مراكز تسوق وأسواق شعبية ومدارس وأبنية من الشدة العظمى لهذا الزلزال.ভূমিকম্পটি এই দ্বীপের রাস্তা-ঘাট, বাড়িঘর, দালানগুলো এবং ঐতিহাসিক গির্জাগুলো ধ্বংস করে দিয়েছে।
7أما المحافظات الأخرى المتواجدة في المنطقة المركزية للفيليبين فقد شعرت بالزلزال ولكنها لم تتكبد أضراراً تُذكر على صعيد الأرواح أو الصعيد المادي.জাতীয় রাজধানী ম্যানিলার বাইরে বহল দ্বীপের প্রতিবেশী দ্বীপ কেবুই দেশটির দ্বিতীয় বৃহত্তম শহুরে এলাকা।
8ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার দ্বীপটির শপিং মল, সরকারি বাজার, বিদ্যালয় এবং অন্যান্য দালানগুলো সহ সমগ্র দ্বীপটিও ভূমিকম্পের আক্রমণের প্রচণ্ডতা বহন করছে।
9إن توقيت الزلزال في الصباح الباكر في يوم عطلة قد فاجأ الكثير من الناس وقد تبعته مئات الهزات الإرتدادية ذات شدات متباينة.কেন্দ্রীয় ফিলিপাইন এলাকার অন্যান্য প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।
10وقد علَق مستخدمي وسائل الإعلام الاجتماعية من خلال مواقع متعددة على شبكة الإنترنت مثل فيس بوك، وتويتير، ويو تيوب، وأنستاغرام عن تجربة الزلزال هذه:কিন্তু সেখানকার অবকাঠামো বা লোকজনের তেমন কোন উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পটি একটি ছুটির দিনের ভোর বেলায় আঘাত হানার কারনে অনেকেই হতভম্ব হয়ে পড়েন।
11كان منظر والدي مضحكاً وهو يركض خارجاً من حوض الاستحمام محاولاً ارتداء سرواله، وكذلك أختي وهي غارقة في سريرها والحاسب المحمول بين ذراعيها؟؟؟প্রধান ভূমিকম্পটি সংঘটিত হওয়ার পরপরই পরবর্তীতে বিভিন্ন মাত্রার কয়েকশ কম্পন অনুভূত হয়।
12বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব এবং ইন্সটাগ্রামে ব্যবহারকারীরা তাঁদের ভূমিকম্প কালীন অভিজ্ঞতা তুলে ধরেছেনঃ
13বিষয়টি কতটা কৌতুকপূর্ণ যে, আমার বাবা গোসল করে দৌড়ে বের হয়ে দ্রুত প্যান্ট পরার চেষ্টা করছেন এবং আমার বোন তাঁর কোলে একটি ল্যাপটপ নিয়ে বিছানার ওপর গড়াগড়ি খাচ্ছে ???
14يا للعجب، لقد سبَب الزلزال اهتزازاً قوياً للطائرة التي كنا على متنها على أرض مطار أيلويلو الدولي، لقد اعتقدت أنهم يضعون أحمالاً داخل الطائرة.বাহ, ইলোইলো আন্তর্জাতিক বিমানবন্দরে ভূমিকম্পটি আমাদের প্লেনটিকে জোড়ে জোড়ে ঝাঁকাচ্ছিল। আমি ভেবেছি, কর্তৃপক্ষ বোধ হয় কোন ভারি জিনিস প্লেনে ওঠাচ্ছে।
15لقد أيقظني الاهتزاز القوي للزلزال من نوم عميق واندفعت خارجاً، لقد كنت محظوظاً لوجودي مع عائلتي، كنا في حالة تأهب للهزات الإرتدادية بعد الزلزال.একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে নড়াচড়ার কারণে আমি গভীর ঘুম থেকে জেগে উঠি এবং বাইরে ছিটকে পরি। ভাগ্য ভালো যে আমি আমার পরিবারের সাথে ছিলাম।
16اليوم حالة كارثية بالنسبة للتراث.ভূমিকম্প পরবর্তী কম্পনের ব্যাপারে সতর্ক ছিলাম।
17كما التقط مستخدمي وسائل الإعلام الاجتماعية صوراً للخراب الذي سببه هذا الزلزال القوي وقاموا بنشرها على الإنترنت:#ভূমিকম্প আজ #হেরিটেজ জাতীয় দূর্যোগকাল।
18সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এই শক্তিশালী ভূমিকম্পের কারনে হওয়া বিভিন্ন ক্ষয়ক্ষতির ছবি তুলেছেন এবং সেগুলো অনলাইনে পোস্ট করেছেনঃ
19كنيسة القديس نينو في سيبو، تصوير kaiizenM على تويترসেন্ট নিন ডি চার্চ। ছবিটি আপলোড করেছেন @কাইজেনএম
20جامعة أطباء سيبو.কেবু ডক্টরস বিশ্ববিদ্যালয়।
21تصوير blueGrayKimpots على تويترছবিটি আপলোড করেছেন @ব্লুগ্রেকিমপটস
22مركز آيالا للتسوق في سيبو.কেবুর আয়ালা বিপনি বিতান।
23تصوير randelltiongson على تويتر.ছবিঃ @রানডেল্টিইংশন
24وقد كانت الكنائس التاريخية المشيدة من حجر الكلس في بوهول من أكثر الأبنية التي تعرضت أساساتها للدمار بسبب الزلزال، وقد أٌنشأت هذه الكنائس على يد عاملي السخرة (العبيد) البولو أو الفليبينيين في زمن الاستعمار الإسباني بين 1700م و1800م .বহলে ভূমিকম্পের কারণে ভয়াবহভাবে বিধ্বস্ত কিছু অবকাঠামোর মাঝে চুনাপাথরে তৈরি কিছু ঐতিহাসিক গির্জাও রয়েছে। এগুলো ১৭০০ এবং ১৮০০ শতাব্দীতে স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের সময় পোলো অথবা ফিলিপাইনের দাস শ্রমিকদের দিয়ে নির্মাণ করানো হয়েছিল।
25تعتبر هذه الكنائس بالنسبة للتراث الثقافي الوطني من أثمن الآثار.এই গির্জাগুলো দেশটির কিছু মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্যে পরিনত হয়েছিল।
26صورة لأبرشية القديس فينسينت في ماري بوجوك، بوهول، وقد سٌويت بالأرض تماماً بعد الزلزال.বহলের মারিবজকে সেন্ট ভিন্সেন্ট পারিস চার্চ, ভুমিকম্পে মাটির সাথে মিশে গেছে।
27تصوير rod_ bolivar على تويتر.ছবিঃ @রড_বলিভার
28أسوأ خراب لكنيسة في بوهول.“বহলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত চার্চ।
29الكنيسة الآن مدمرة.চার্চটি এখন বিচূর্ণ হয়ে গেছে।”
30تصوير Huntress96 على تويتر.ছবিঃ @হান্ট্রেস৯৬