Sentence alignment for gv-ara-20120114-17304.xml (html) - gv-ben-20120104-21914.xml (html)

#araben
1تونس: 2011 في صور الإعلام الاجتماعيতিউনিশিয়াঃ নাগরিক প্রচার মাধ্যমের ছবিতে ২০১১ সাল
2هذا المقال جزء من تغطيتنا الخاصة ثورة تونس 2011.এই পোস্টটি তিউনিশিয়া বিপ্লব ২০১১ -এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3[كل الروابط بالإنجليزية] كان عام 2011 عاماً استثنائياً بالنسبة لتونس، عاماً تاريخياً سيحفر في ذاكرة كل مواطن تونسي.২০১১ সালটি ছিল তিউনিশিয়ার জন্য এক অবিস্মরণীয় বছর- এক ঐতিহাসিক বছর যা তিউনিশিয়ার প্রতিটি নাগরিকের স্মৃতিতে গ্রথিত থাকবে।
4فما بدأ عفوياً من اليأس في سيدي بوزيد تلك المنطقة المنسية والمهمشة تحول إلى انتفاضة شعبية التي من شأنها أن تكتسح البلاد وتقلب حكم زين الدين بن علي الذي دام 30 عاماً وغير وجه المنطقة بأكملها حيث قامت الدول العربية الواحدة تلو الأخري بالتقاط حماسة الثورة.যার শুরুটা হয়েছিল প্রায় বিস্মৃত এবং প্রান্তিক এক প্রদেশের এক এক স্বতঃস্ফূর্ত হতাশার বাস্তবতায়, যা পরে এক জনপ্রিয় গণ জাগরণে পরিণত হয়ে সারা দেশকে এক গণজোয়ারে সৃষ্টির মাধ্যমে দেশটির ২৩ বছরের শাসক জিনে এল আবেদিন বেন আলীর শাসনকে উৎখাত করে ফেলে এবং পুরো এলাকার চেহারা পাল্টে ফেলে, একটি আরব রাষ্ট্রে বিপ্লব জ্বরে আক্রান্ত হবার মাধ্যমে।
5بداية دموية لهذا العامবছরের এক রক্তাক্ত প্রারম্ভ
6شاب تونسي قتيل في مدينة تلا وسط غرب تونس 10/1/2011.তালায় মৃত এক তিউনিশীয় নাগরিক ( মধ্য-পশ্চিম তিউনিশিয়ায় অবস্থিত), ১০ জানুয়ারি, ২০১১।
7صورة من نواة.ছবি নাওয়াত-এর।
8كان لهذا العام بداية دموية وعنيفة.বছরটার শুরু হয়েছিল রক্তপাত এবং সংঘর্ষের মধ্যে দিয়ে।
9حيث ردت السلطات علي مطالب المحتجين من فرص عمل وحرية وكرامة انسانية بالرصاص الحي والغاز المسيل للدموع مما أسفر عن مقتل 300 من المحتجين وإصابة أكثر من ذلك بكثير.বিক্ষোভকারীদের চাকুরির স্বাধীনতা এবং জাতীয় মর্যাদার দাবীর প্রতি কর্তৃপক্ষ সাড়া দিয়েছিল তাজা বুলেট এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, ৩০০ জন বিক্ষোভকারীকে নিহত এবং আরো অনেককে আহত করে।
10اليوم الذي فر فيه الرئيس السابق الي السعوديةযেদিন প্রাক্তন রাষ্ট্রপতি সৌদি আরবে পালিয়ে গেলেন
11تصوير طالل ناصر، حقوق الملكية لديموتيكس (14/01/2011)ছবি তালেল নাচের-এর, কপিরাইট ডেমোটিক্স-এর (১৪/০১/ ২০১১)
12في اليوم الرابع عشر من يناير / كانون الثاني لعام 2011 تجمع آلاف المتظاهرين خارج مبني وزارة الداخلية في العاصمة تونس حيث كانوا يهتفون الداخلية ارهابية وبن علي برة، وانتهت المظاهرات التي بدأت سلمية بفض عنيف للمتظاهرين من قبل الشرطة.১৪ জানুযারি, ২০১১ তারিখে দেশটির রাজধানী তিউনিশের স্বারাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেত হয়। এই সমস্ত বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে; “স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সন্ত্রাসী মন্ত্রণালয়” এবং “বেন আলি কেটে পড়” ( বেন আলি দেগেদে)। ।
13و في وقت لاحق من هذا اليوم، هرب بن علي إلى جدة، بالسعودية.এই বিক্ষোভ যা শান্তিপূর্ণ ভাবে শুরু হয়, তা শেষ হয় পুলিশের ভায়াবহ হামলার মধ্যে দিয়ে, যারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল।
14استخدام الشرطة لقنابل مسيلة للدموع لتفريق المتظاهرين خارج وزارة الداخلية في 14 يناير / كانون الثاني.পরে একই দিনে বেন আলি সৌদি আরবের জেদ্দায় পালিয়ে যায়। ১৪ জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভরত জনতার প্রতি পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে।
15تصوير وسيم بن رحومة على فليكرছবি ফ্লিকারের ওয়াসিম বেন রোহমার-এর ( সিসি বাই এনসি-এনডি ২.
16رحل الديكتاتور ولكن ماذا عن الديكتاتورية০) স্বৈরশাসক চলে গেছে, কিন্তু স্বৈরতন্ত্রের কি হবে?
17اعتصامات 25 فبراير / شباط ضد الحكومة المؤقتة التي يرأسها محمد الغنوشي وهو حليف قريب لبن علي.অর্ন্তবর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ঘানুচির বিরুদ্ধে বিক্ষোভ। ঘানুচি, বেন আলীর এক ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
18وبعد يوم واحد استقال الغنوشي.এর একদিন পর ২৫ ফ্রেব্রুয়ারিতে ঘানুচি পদত্যাগ করে।
19تصوير خالد نصيري.ছবি খালেদ নাচিরি-এর।
20حرص المواطنون التونسيون علي قطع كل الصلات بالماضي كما أن معركة الديمقراطية في تونس لم تتوقف بفرار بن علي من البلد.তিউনিশিয়া, অতীতের সাথে তার সকল সম্পর্ক ছিন্ন করার জন্য অধীর হয়ে ছিল এবং বেন আলীর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও গণতন্ত্রের জন্য তাদের আন্দোলন থেমে যায়নি।
21সংসদ ভবন যেখানে অবস্থিত ছিল, সেই কাসবা স্কোয়ার ছিল অবস্থান ধর্মঘট এবং বিক্ষোভের প্রাণকেন্দ্র, যা সংসদের এই অতি ঘৃণিত প্রাক্তন শাসক দলকে ক্ষমতা থেকে উৎখাত করার উপায় বের করা উচিত ছিল ( এই দলটিকে বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে)।
22ميدان القصبة - حيث يقع مجلس الوزراء - أصبح مركزاً للاعتصامات والاحتجاجات، التي سعت إلى الاطاحة بالحزب الحاكم السابق المكروه بشدة (والمنحل الآن) - التجمع الدستوري الديمقراطي - الذي كان مرتبطاً بالظلم والفساد.সেই দলটির নাম ছিল আরসিডি ( ফরাসী ভাষায় এর নাম ছিল লে রাজম্বলেমেন্ত, কনস্টিটিউশনালে ডেমোক্রেটিক, নামের আদ্যক্ষর নিয়ে তাকে আরসিডি নামে ডাকা হত, এর অর্থ সাংবিধানিক গণতান্ত্রিক শোভাযাত্রাকারীর দল)।
23أول انتخابات ديمقراطية المصوتين مصطفون للتصويت.দূর্নীতি এবং দমনের সাথে সে দলটি যুক্ত ছিল।
24تصوير إيريك على تويتر (kefteji@).প্রথম গণতান্ত্রিক নির্বাচন
25كان يوم 23 من شهر أكتوبر / تشرين الأول نقطة تحول لتونس.ভোট দেবার জন্য ভোটারদের লম্বা লাইন। ছবি এরিক-এর (@কেফেতেজি)।
26فقد انتظر المصوتين لساعات لانتخاب ممثليهم، في أول انتخابات حرة ونزيهة فيما يعرف بالربيع العربي.২৩ অক্টোবর, ২০১১ দিবসটি ছিল তিউনিশিয়ার জন্য এক গুরুত্বপূর্ণ দিন, নিজ নিজ সংসদীয় প্রতিনিধি নির্বাচন করার জন্য ভোটাররা লম্বা সময় ধরে লাইনে দাঁড়িয়ে ছিল।
27এই নির্বাচন ছিল তথাকথিত আরব বসন্তের পর এক মুক্ত এবং স্বাধীন নির্বাচন।
28صعود الإسلاميينইসলামপন্থী দলের উত্থান
29تقول اللافتة :المساواة والعدالة لكل التونسيين. في 21 من نوفمبر / تشرين الثاني 2011 في احتجاج خارج الجمعية.ব্যানারের শিরোনাম: তিউনিশিয়ার সকল নাগরিকদের জন্য সাম্য এবং ন্যায়বিচার” ২১ নভেম্বর, ২০১১-এ সংসদ ভবনের সামনে এক বিক্ষোভে এই ব্যানার বহন করা হয়।
30تصوير سكينة عجبتني روحي على فيسبوكছবি সোউকাইনা ডাব্লিউ আজবেতনি রুহির ফেসবুক পাতা থেকে নেওয়া
31فاز حزب النهضة الإسلامي بواحد وأربعين في المائة من الاصوات و89 مقعداً من 217 مقعداً من مقاعد الجمعية التأسيسية.ইসলামপন্থী দল এননাহাদা প্রাপ্ত ভোটের ৪১ শতাংশ লাভ করে এবং তারা সংসদের সর্বমোট ২১৭ টি আসনের মধ্যে ৮৯টি আসন লাভ করে।
32أما بالنسبة للليبرالين، فقد كان الصعود الاسلامي بتونس يشكل تهديداً للقيم العلمانية للدولة وحقوق المرأة التونسية والتي تعتبر الأكثر تقدمية في المنطقة العربية.আরব অঞ্চলের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা একটি রাষ্ট্র হিসেবে, দেশটির উদারনৈতিকদের মতে, তিউনিশয়ায় ইসলামপন্থীদের উত্থান, দেশটির ধর্ম নিরপেক্ষ মূল্যবোধ এবং নারী অধিকারে জন্য এক হুমকি।
33منصف المرزوقي الرئيس الجديد للجمهوريةমনচেফ মারজোকি- প্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি।
34منصف المرزوقي رئيس تونس الجديد.মনচেফ মারজোকি, তিউনিশিয়ার নতুন রাষ্ট্রপতি।
35تصوير حمدين بو علي، الحقوق محفوظة لديموتيكس (13/12/11)ছবি হামিদদ্দেদিন বোয়ালি, কপিরাইট ডেমোটিক্সের (১৩/১২/২০১১)।
36في اليوم الثاني عشر من ديسمبر انتخبت الجمعية الوطنية التاسيسية منصف المرزوقي الناشط الحقوقي بمجال حقوق الانسان، والذي سجن ونفي أثناء نظام بن علي، كرئيس جديد للجمهورية التونيسية.১২ ডিসেম্বর, ২০১১-এ জাতীয় সংসদ, মানবাধিকার কর্মী মনচেফ মারজোকিকে প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে। যিনি এর আগে বেন আলীর শাসনের সময়, প্রথম কারাগারে এবং পরে নির্বাসনে কাটিয়েছে।
37مع اقتراب هدا العام من الانتهاء تستمر الاعتصامات والاحتجاجات المطالبة بالديمقراطية والكرامة وفرص العمل ومع اجتياح الحوارات الساخنة الجمعية الوطنية التاسيسية تتولي الحكومة المؤقتة التي يرأسها حمادي الجبالي (من حزب النهضة) المسئوليات.বছর যত শেষের দিকে গড়িয়ে আসতে, গণতন্ত্র এবং চাকুরীর জন্য প্রতিবাদ এবং অবস্থান ঘর্মঘট বাড়তে থাকে, এবং তিউনিশিয়ার ভাবগম্ভীর অবস্থা চলতে থাকে, যখন উত্তপ্ত বিতর্ক জাতীয় সংসদে শুরু হয়, এবং (এননাহাদা দলের ) হামাদি জেবালি অর্ন্তবর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে।
38ترقبوا تغطيتنا لتونس في عام 2012.২০১২ সালে তিউনিশিয়ার ঘটনাবলী জানতে আমাদের সাথে থাকুন।