# | ara | ben |
---|
1 | الكويت: #الشعب_أبخص | কুয়েত: জনতা ভালো জানে |
2 | يعبر الكويتيون على الإنترنت عن ازدرائهم للتقليد القديم الحاكم بأن شيخ القبيلة هو من في يده السلطة المطلقة، ولكسر هذا التقليد، قاموا بالتغريد تحت وسم #الشعب_أبخص (بمعنى الشعب أعرف) | কুয়েতের নেট নাগরিকরা একটি প্রাচীন প্রথার বিরুদ্ধে তাদের অসোন্তষ প্রকাশ করছে, সে প্রথা অনুসারে গোষ্ঠীর প্রধান বা শেখকে নিরঙ্কুশ ক্ষমতা প্রদান করা হয়। এই প্রথা ভাঙ্গার জন্য, তারা #الشعب_أبخص [আরবী ভাষায়] নামক হ্যাশট্যাগের অধীনে টুইট করছে, আরবী এই হ্যাশট্যাগের অর্থ হচ্ছে “ জনতা এর চেয়ে ভালো জানে”। |
3 | كتب المذيع الكويتي علي السند على تويتر: | কুয়েতের একটি টিভি অনুষ্ঠানের উপস্থাপক আলি আল সানাদ লিখেছেন: |
4 | عبارة “الشيوخ أبخص” تعبر عن ثقافة مريضة تعبر عن التبعية والرعوية التي لاتعترف بالمواطنة الكاملة، لذلك جاء الوقت لكي نستبدلها بـ #الشعب_أبخص | @আল_সানাদ: তারা বলছে, “শেখ যা জানে তাই সর্বোত্তম” যা এক অসুস্থ সংস্কৃতির প্রতিফলন, এই বিষয়টি অনুসারী তৈরি করে এবং তারা হয় কঠিন মানসিকতার ব্যক্তি। এটা সম্পূর্ণ নাগরিকত্বকে গ্রহণ করে না। |
5 | ورد طارق المطيري: | আর তাই এখন সময় এসেছে, “জনতা ভালো জানে” বাক্যটি এর জায়গা স্থাপন করা। |
6 | نعم الشيوخ أبخص في بيتوهم وحلالهم وهذا حقهم وفيه منطق ، لكن الشيوخ أبخص بحلال الشعب وأمواله وحياته ومستقبله بأي عقل ومنطق؟! | তারিক আল মুন্তারি এতে সাড়া প্রদান করেছেন : @ আল_তারিক২০০৯ :@ আল_তারিক২০০৯ হ্যাঁ, শেখেরা তাদের নিজের ঘর, তাদের নিজেদের অর্থ এবং নিজেদের অধিকার সম্বন্ধে ভালো জানে আর তা জানে যৌক্তিকভাবেই। |
7 | | কিন্তু যখন শেখ নাগরিকদের অর্থ, জীবন এবং তাদের ভবিষ্যৎ পরিচালনা করে, তখন তারা এই বিষয়ে ভাল জানে, তার পেছনে কোন কারণ বা যুক্তি রয়েছে?! |
8 | #الشعب_أبخص | এবং ওমর আলেসা এর সাথে যোগ করেছে: |
9 | وأضاف عمر العيسى: عطيناكم خمسين سنة لقيادة الدولة وانتم من فشل لآخر ومن سيء لأسوأ.. | @ওমর_আলেসা: জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা আপনাদের ৫০ বছর সময় দিয়েছে এবং আপনারা একটার পর আরেকটা ব্যর্থতার খেলায় মত্ত, আর ক্রমশ খারাপ থেকে আরো নিকৃষ্ট হচ্ছেন। |
10 | وفوق هذا نقضتوا المواثيق.. | এছাড়াও, আপনারা যথারীতি প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। |
11 | عطونا فرصة نقود الدولة لأن #الشعب_أبخص | আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিন, কারণ জনতা আরো ভালো জানে। |
12 | وفي غضون ذلك، يشرح طلال الحربي: | এদিকে, তালাল আল হারাবি ব্যাখ্যা করছে: |
13 | إلى غير رجعة ياحقبة العصور المُظلمة .. ! فلقد تحررت العقول وتصدر الأمة شباب يريدون أن يسطروا التاريخ بطريقتهم وأسلوبهم وفكرهم ف #الشعب_أبخص | @তালাল_এম_১৪৯৮৪: অন্ধকার যুগ চলে গেছে এবং আর তা ফিরবে না… চিন্তা এখন স্বাধীন এবং তরুণের এখন এখন নতুন ইতিহাস লিখতে চায়, তারা তাদের নিজের দেশটিকে নিজেদের মত করে পরিচালনা করতে এবং চিন্তা করতে চায় কারণ জনতা ভালো জানে |
14 | يشارك برجاس البرجاس وجهة نظر مختلفة: | কিন্তু বার্জাস আল বার্জাস একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। তিনি লিখেছেন: |
15 | يعتقد الكثير أن #الشعب_أبخص هم حل نموذجي،محد عامل حسابه أن الشعب هو أنا وأنت وموظفو الخطوط والجوازات والاحوال والصحة وكل من تعّبنا وبهذلنا | @বারজাসবিএইচ: অনেকে বিশ্বাস করে যে জনতা ভাল জানে একটি আদর্শ সমাধান, কিন্তু কেউ এই বিষয়টিকে বিবেচনায় আনছে না যে, আমি আর তুমি এবং বিমান কর্মচারী, অভিবাসন, আবহাওয়া এবং স্বাস্থ্য অধিদপ্তর যারা কাজ করে তারা সকলে মিলে জনতা। মূলত যার সকলে আমাদের সমস্যায় ফেলে দেয় এবং আমাদের অপমান করে। |
16 | وفي النهاية يقول خالد الراجحي: | খালিদ আল রাজাহি উপসংহার টেনেছে এভাবে: |
17 | #الشعب_أبخص لأنه فعلاً ابخص !!! | @খালিদ_আলরাজাহি: জনতা ভালো জানে, কারণ আসলেই জনতা ভালো জানে। |