Sentence alignment for gv-ara-20101216-23756.xml (html) - gv-ben-20101216-14100.xml (html)

#araben
1تعاون ديموتكس مع الأصوات العالميةডেমোটিক্স এবং গ্লোবাল ভয়েসেস এক যৌথ শক্তি
2يسرنا أن نعلن هذا الأسبوع عن شراكة جديدة بين الأصوات العالمية وديموتكس - منصة التصوير الصحافي الموقع الحائز على عدة جوائز.এই সপ্তাহে আমরা, গ্লোবাল ভয়েসেস, ডেমোটিক্সের সাথে এক নতুন পার্টনারশীপের কথা ঘোষণা করছি। ডেমোটিক্স পুরষ্কার বিজয়ী ফটোসাংবাদিকতার এক প্লাটফর্ম।
3كلما أمكن، سنستخدم صورهم، ويستخدمون هم مقالاتنا.যেখানে এটি এই অর্থ তৈরি করে যে, আমরা তাদের ছবি ব্যবহার করব এবং তারা আমাদের লেখা ব্যবহার করবে।
4كما هو الحال مع الأصوات العالمية، تأسس موقع ديموتكس عند التقاء النشاط الشعبي بالصحافة الشعبية، مع مبدأين أساسيين - حرية التعبير وحرية المعلومات.গ্লোবাল ভয়েসেস-এর মত ডেমোটিক্স সব জায়াগায় মাঠ পর্যায়ের কর্মকাণ্ড এবং সাংবাদিকতাকে এক সাথে করার জন্য চালু করা হয়েছে, তারা দুটি নীতিকে মাথায় রেখে এটি চালু করেছে-বাক স্বাধীনতা এবং তথ্য স্বাধীনতা।
5غالباً ما تتلاقى مواضيع مقالاتنا الرئيسية.আমাদের সেরা কাহিনীগুলো প্রায়শই একে অন্যের সাথে মিলে যায়।
6منذ بدء موقع ديموتكس في دعوة المصورين المستقلين في عام 2009، بنوا أرشيف رائع يحتوي على أكثر من 400,000 صورة من أكثر من 190 بلد لأكثر من 3,500 مصور.২০০৯ সালে ডেমোটিক্স প্রথম স্বাধীন ফটোগ্রাফারদের নিয়োগ করতে থাকে। এরপর তারা ১৯০টি দেশের ৩৫০০ জন ফটোগ্রাফারের ৪০০,০০ ছবির এক আকর্ষণীয় সংগ্রহশালা বা আর্কাইভ তৈরি করে।
7ويعتمد نظامهم التجاري على بيع الصور للصحف، ووسائل الإعلام ومواقع الأخبار على الإنترنت مثل موقعنا ويشاركوا الأرباح (سواء كانت كبيرة أو صغيرة) بالنصف 50:50 مع المصورين.তাদের ব্যবসার ধরণ হচ্ছে দৈনিক সংবাদপত্র, টিভির সংবাদ এবং আমাদের মত অনলাইন সংবাদপত্রের কাছে সংবাদ বিক্রি করা এবং ফটোগ্রাফারের সাথে প্রাপ্ত আয়কে (বিশাল অথবা ক্ষুদ্র) ৫০:৫০ অনুপাতে ভাগ করে ফেলা।
8إذا كنت تمتلك كاميرا، انضم لهم.যদি আপনার কাছে ক্যামেরা থাকে, তাহলে তাদের সাথে যোগ দিন।
9في حالة الأصوات العالمية سيكون الربح بسيط، لكن نأمل أن نستعمل أجزاء من أرشيف ديموتكس قد تكون غير جاذبة أو هامة للإعلام التقليدي.গ্লোবাল ভয়েসেসের ক্ষেত্রে এটা খুব সামান্য পরিমাণ অর্থ, কিন্তু আমরা আশা করি, আমরা ডেমোটিক্স ফোটো সংগ্রহশালা বা আর্কাইভ তৈরির অনুশীলনে সাহায্য করতে পারব, যা বাণিজ্যিক প্রচার মাধ্যমের কাছে কম আকর্ষণীয় বলে মনে হতে পারে।
10تركيزنا دائماً على الأشخاص والأماكن، تلك الأشياء التي تتجاهلها وسائل الإعلام الأخرى.আমাদের মনোযোগ সব সময় সেই সমস্ত লোকজন এবং স্থানের প্রতি যা অন্য সব প্রচার মাধ্যম এড়িয়ে যায়।
11تمتلك الصورة الكثير لمساعدة الناس على فهم الحياة والأفكار البعيدة عنهم.অনেক দুর থেকে একটি ছবি সত্যিকার অর্থে লোকজনকে অন্যদের জীবন এবং চিন্তা সম্বন্ধে ভালোভাবে বুঝতে সাহায্য করে।
12نأمل أن نشجع على المزيد من التعاون والتفاعل بين القراء والمساهمين لكل من الموقعين من خلال استخدام تلقيمات الأصوات العالمية عن محتوى ديموتكس وصفحات البلدان.আমরা আমাদের ওয়েব সাইটের পাঠক এবং কন্ট্রিবিউটর বা লেখক উভযের কাছ থেকে আরো মিথস্ক্রিয়তার আশা করি, ডেমোটিক্সের মহাদেশ এবং দেশভিত্তিক পাতায় গ্লোবাল ভয়েসেস-এর আরএসএস ফিডের এমবেডিং-এর মাধ্যমে।
13بقدر ما تتنافس الإنترنت مع وسائل الإعلام القديمة، قليل هي المنظمات والمؤسسات التي تبدع وتبتكر في عالم الأخبار الدولية بالطريقة التي نحن عليها.যখন ইন্টারনেট পুরোনো প্রচার মাধ্যমের মডেলকে চ্যালেঞ্জ করছে, কেবল কিছু সংগঠন আন্তর্জাতিক সংবাদের ক্ষেত্রে উদ্ভাবনী উপায় বের করছে, যে ভাবে আমরা করে থাকি।
14نحن سعداء جداً للعمل سوياً وعن قرب في الشهور القادمة!আমরা প্রচণ্ড খুশী যে, আগামী মাসগুলোতে আমরা আরো ঘনিষ্ঠভাবে এক সাথে কাজ করার চেষ্টা করে যাব।
15وإليكم هنا رابط إعلان الشراكة على موقع ديموتكس [بالإنجليزية].এখানে ডেমোটিক্সের ঘোষণাপত্রের লিঙ্ক প্রদান করা হয়েছে।