Sentence alignment for gv-ara-20141212-36217.xml (html) - gv-ben-20141210-46076.xml (html)

#araben
1وجوه الأصوات العالمية: بعد أربع سنوات على الثورة، إلى أين تتجه اليمن؟জিভি অভিব্যক্তিঃ গণজাগরণের চার বছর পরে? ইয়েমেন কোন পথে এগুচ্ছে?
2ساعدت ثورة اليمن في 2011 على عزل الرئيس علي عبد الله صالح بعد 33 عامًا في السلطة.ইয়েমেনের ২০১১ সালের জনপ্রিয় গণজাগরণ সে দেশের বিতাড়িত রাষ্ট্রপতি সালেহ-এর ৩৩ বছরের শাসনের অবসান ঘটায়।
3كم تغيرت الأشياء في الدولة ذات الخمسة وعشرين مليون نسمة؟এই ঘটনার পর দুই কোটি পঞ্চাশ লক্ষ নাগরিকের এই দেশে আসলে কতটুকু পরিবর্তন ঘটেছে?
4كان من المفترض أن تجلب الثورة المزيد من الديمقراطية والعدالة، لكن يقول النشطاء أن أهداف الثورة لم تتحقق.এই গণজাগরণের পর দেশটির আরো বেশী গণতান্ত্রিক হয়ে ওঠার কথা,কিন্তু একটিভিস্টরা বলছে,এর লক্ষ্য কখনোই অর্জিত হয়নি। মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের হার এখনো তীব্র।
5معدلات التضخم والبطالة لا تزال مرتفعة، والحكومة لا تزال تنفق الكثير لمكافحة تنظيم القاعدة وفي نفس الوقت تفشل في سحق الحوثيين في البلاد.একদিকে সরকার আল কায়েদার বিরুদ্ধে লড়াই-এ তার সম্পদ অকাতরে ব্যয় করছে, অন্যদিকে সরকার দেশটির হোউথি যোদ্ধাদের সাথে লড়াই করছে, কিন্তু তাদের ধ্বংস করতে ব্যর্থ হচ্ছে।
6يحوز الجيش اليمني ومقاتلي الحوثي الأضواء في اليمن ولكن لا صوت لليمنيين في عملية صنع القرار.যখন সামরিক বাহিনী এবং হোউথি যোদ্ধারা সকল মনোযোগের কেন্দ্রবিন্দুতে, সিদ্ধান্ত গ্রহণের ইয়েমেনের জনগণের কোন কণ্ঠস্বর নেই।
7এক অভিনব এবং বিতর্কিত পরিবর্তিত প্রক্রিয়া, যা জাতীয় আলোচনা সম্মেলন (এনডিসি) নামে পরিচিত, সেই দিকে গণজাগরণ এগিয়ে যাওয়া সত্ত্বেও, এটাই হচ্ছে বাস্তবতা।
8أدت الثورة إلى عملية انتقال فريدة ومثيرة للجدل، المعروفة باسم مؤتمر الحوار الوطني. لمدة عشرة شهور كانت هناك فرصة للشباب والنساء والمجتمع المدني والفئات الاجتماعية المهمشة للجلوس جنبًا إلى جنب مع النخب السياسية للعمل على بناء يمن جديدة.এনডিসি-এর দশ মাস সময়ে, ইয়েমেনের তরুণ,নারী, সুশীল সমাজ, প্রান্তিক সামাজিক গোষ্ঠী,এবং তাদের সাথে দেশটির রাজনৈতিক অভিজাত শ্রেণীর সামনে সুযোগ এসেছিল একসাথে বসে ইয়েমেনকে নতুন ভাবে গড়ার ক্ষেত্রে কাজ করার জন্য।
9اختتم المؤتمر قبل عام تقريبًا، وما زال شعب اليمن ينتظر النتائج المرجوة من العملية الانتقالية.প্রায় এক বছর আগে এই সম্মেলনের সমাপ্তি ঘটেছে এবং ইয়েমেনের নাগরিকরা তাদের উপলব্ধির জন্য এনডিসির ফলাফলের জন্য অপেক্ষা করছে।
10في هذه الحلقة من وجوه الأصوات العالمية، سنتكلم مع نشطاء يمنيين عن نتائج مؤتمر الحوار الوطني، وإذا كانت النتائج على مستوى احتياجات اليمن العاجلة، سنسألهم أيضًا عن موقع النشاط الحقوقي في اليمن، وما هي آمال وأحلام شباب اليمن بالنسبة للمستقبل.জিভি অভিব্যক্তির এই সংখ্যায় একটিভিস্টদের সঙ্গে কথা বলব এনডিসির সম্মেলন থেকে প্রাপ্ত ফল এবং ইয়েমেনের জন্য বর্তমানে যা জরুরী প্রয়োজন তা কি তারা পুরন করতে পারবে বলে মনে করে কিনা এই নিয়ে। ইয়েমেনের বর্তমানে যে কর্মকাণ্ড দেখা যাচ্ছে এবং ইয়েমেনের তরুণরা তাদের ভবিষ্যৎ নিয়ে কি আশা করে ও কি ধরনের স্বপ্ন দেখে সে বিষয়েও তাদের সাথে কথা বলব।
11المتحدثون:আমাদের বক্তা:
12هشام العميسي: مستخدم تويتر يمني نشط، ومحلل معلوماتي ومستشار اتصال وعلاقات عامة، يعيش في صنعاء.হিশাম আল ওমেইসি: ইয়েমেনের সক্রিয় টুইটার ব্যবহারকারী এবং তথ্য বিশ্লেষক এবং যোগাযোগ বিষয়ক উপেদেষ্টা। বাস সানাতে।
13أفراح ناصر: ناشطة حقوقية ومدونة وصحفية يمنية، تعيش في السويد منذ عام 2011.আরাফ নাসের: ইয়েমেনের মানবাধিকার কর্মী, ব্লগার এবং ফিল্যান্স সাংবাদিক, ২০১১ সাল থেকে সুইডেনে বাস করছে।
14تابعوا الوسومات GVFace #Yemen##GVFace #Yemen