Sentence alignment for gv-ara-20130509-29705.xml (html) - gv-ben-20130417-35878.xml (html)

#araben
1سوريا: تغريد من خط المواجهة في حلبসিরিয়া: আলেপ্পোর যুদ্ধক্ষেত্র থেকে টুইট
2সাংবাদিক জেনান মুসা আবার সিরিয়ার আলেপ্পো ফিরে গেছেন।
3সেখানে সরকার ও বিরোধীদের যুদ্ধক্ষেত্রের মাঝ থেকে টুইট করে যাচ্ছেন।
4الصحفية جنان موسى عادت إلى حلب في سوريا، وغردت تجاربها عن اشتداد الحرب بين مؤيدي ومعارضي الحكومة، وأعطت للقراء لمحة عن حياة أولئك الذين يعيشون في مرمى النيران.তার টুইটগুলো তাত্ক্ষণিক অভিজ্ঞতাপূর্ণ এবং খুবই ব্যক্তিগত। পাঠকরা এই টুইটগুলো থেকে জানতে পারবেন, যুদ্ধক্ষেত্রের মধ্যে জীবন কেমন।
5موسى المراسلة المتجولة لقناة “العين” العربية، التي تُبث من دبي بالإمارات العربية المتحدة، تلاحظ:@জেনানমুসা: #আলেপ্পোতে ফিরে এসে খুবই ভালো হয়েছে। আমার সব বন্ধুবান্ধবের সাথে দেখা হয়েছে।
6عظيم أن أعود إلى حلب، و ألتقي جميع الأصدقاء، المدينة يبدو أنها أجمل بكثير من آخر مرة كنت هنا، يبدو أن الناس بدأوا يتأقلموا مع الحرب.আমি যেখানে ছিলাম তারচেয়ে শহরটি বেশ ভালো আছে। জনতা যুদ্ধের সাথে জীবন মানিয়ে নিয়েছে।
7আলেপ্পোতে সঙ্গীদের সাথে রাতের খাবার খাওয়ার সময়ে খানিকটা দূরে মর্টারের গর্জন শোনা গেল:
8العشاء في حلب كان مصحوبا بأصوات قذائف الهاون على بعد مسافة.@জেনানমুসা: আলেপ্পোতে এখন রাতের খাবারের সময়।
9খাবারের তালিকায় আছে দূরের মর্টার গর্জনের প্রতিধ্বনি, যা মেক্সিকান মুরগির ডাকের মতো ।
10إنه وقت العشاء هنا في حلب، لدينا دجاج مكسيكي، مع أصوات صدى مدافع الهاون على بُعد مسافة.শহরে এক রাত পার করে মুসা বিস্মিত হয়েছেন: @জেনানমুসা: আলেপ্পো থেকে শুভ সকাল জানাচ্ছি।
11بعد ليلة في المدينة موسى تتساءل:ভোর ৬টা পর্যন্ত আমি একটুও ঘুমাতে পারিনি।
12إنه الصباح في حلب لم أستطع النوم حتى الساعة السادسة صباحا، في كل مرة أغمض فيها عيني أتخيل القنابل تتساقط، إلهي كيف لا يصيب هذا الناس بالجنون؟প্রতিবার চোখ বন্ধ করতেই আমি ভেবেছি এই বুঝি বোমা পড়লো! হায় খোদা, মানুষ এখানে কীভাবে সুস্থ থাকতে পারে?
13আলেপ্পোর যেখানে ৪৫ দিন আগে স্কাড মিসাইল হামলা হয়েছিল সেখানে ঘুরে এসে তিনি টুইট করেছেন:
14@জেনানমুসা: আমি গতকাল #আলেপ্পোর যেখানে ৪৫ দিন আগে স্কাড মিসাইল হামলা হয়েছিল সেখানে গিয়েছিলাম।
15ভাঙ্গা ইট-পাথরের নিচে এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন।
16وفي حلب تزور الموقع الذي سقط فيه صاروخ اسكود في وقت سابق منذ 45 يوما. تغرد قائلة:৪৫ দিন আগে আলেপ্পোর যেখানটায় স্কাড মিসাইল হামলা হয়েছিল সেখানে জেনান মুসা।
17في وقت مبكر اليوم ذهبت إلى الموقع الذي سقط فيه صاروخ اسكود منذ 45 يوما، ما تزال 6 جثث مفقودة تحت الأنقاض.ছবি: জেনানমুসার টুইটারে শেয়ার থেকে নেয়া। @জেনানমুসা: #আলেপ্পোতে ইট-পাথরের ধ্বংসস্তুপে একজন বাবাকে বসে থাকতে দেখলাম।
18في حلب رأيت أبا يجلس على الأنقاض، الدموع في عينيه، مازال يبحث عن جثث ابنتيه الجميلتين وزوجته.তার চোখে পানি। তিনি তখনো দুই মেয়ে ও স্ত্রীকে খুঁজে চলেছেন।
19@জেনানমুসা: আমি যখন বাবাকে দেখছিলাম, ধ্বংসস্তুপের নিচে তিনি তখন তার বাচ্চার জুতো এবং একগোছা চুল (মেয়েদের চুল) খুঁজে পেলেন।
20بينما كنت معه وجد الأب نعال أطفال وحفنة من الشعر، (شعر امرأة) تحت الأنقاض، قال لي “يمكن أن تكون لزوجتي”.আমাকে তিনি বললেন, ‘এটা সম্ভবত আমার বউয়ের'। এরকম হতাশাজনক পরিস্থিতিতেও মুসা তার হাস্যরস ধরে রেখেছেন:
21@জেনানমুসা: #আলেপ্পোর অ্যাক্টিভিস্টরা আমাকে নিয়ে বেশ ঠাট্টা-বিদ্রুপ করছে।
22بالرغم من الوضعية المجهدة، موسى تحتفظ بروح الدعابة:আমি বাড়িতে কিছু কিছু সময় বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকি।
23النشطاء هنا في حلب يضحكون مني، أنا في بعض الأحيان الوحيدة التي ترتدي سترة واقية من الرصاص في المنزل..আর তারা যুদ্ধের গোলাগুলির শব্দে অভ্যস্ত হয়ে গেছে। এরপর তারা রাতের খাবার না খেয়েই ঘুমাতে যায়:
24لقد اعتادوا أصوات الحرب.@জেনানমুসা: আজকে আমরা কেউই রাতের খাবার খাইনি।
25ثم تذهب إلى النوم بدون عشاء.এমনকি কেউ গোসলও করেনি।
26لم يكن لدينا عشاء الليلة، أيضا لا استحمام، فهي ليست ضروريات في هذه المدينة، ليلة سعيدة للجميع.#আলেপ্পোর মতো শহরে এসবের কিছুই দরকার নেই। শুভ রাত্রি।