Sentence alignment for gv-ara-20110812-12731.xml (html) - gv-ben-20110814-19366.xml (html)

#araben
1العالم: أخبر العالم قصّتك في 11-11-11বিশ্বঃ ১১-১১-১১ তারিখে, বিশ্বকে আপনার জীবন কাহিনী জানান
2هذا المقال جزء من تغطيتنا الخاصة بأهداف الألفية الإنمائية للعام 2011এই পোস্টটি বিশ্ব উন্নয়ন-২০১১ উপলক্ষ্যে তৈরি করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3ما الذي ستقوم به في 11 / 11 / 2011؟১১ নভেম্বর, ২০১১ তারিখে আপনি কি করতে যাচ্ছেন?
4১১ইলেভেনপ্রজেক্ট এর মাধ্যমে বাকি বিশ্বকে এই দিনের ঘটনা জানান এবং জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল বা এমডিজি) অর্জনে সাহায্য করুন!
5أطلع باقي العالم عليه عبر مشروع 11- 11 - 11 (بالإنجليزية) وساهم في تحقيق أهداف الأمم المتحدة الإنمائية للألفية.আপনার জীবন এবং জগতের চারপাশ সম্বন্ধে আমাদের কিছু বলুন। আপনার কাহিনী আমাদের কাছে গুরুত্বপুর্ণ, তাই ১১.
6أخبرنا شيئاً عن حياتك وعن العالم حولك.১১.২০১১ তারিখে আমাদের সাথে যোগ দিন এবং কিছু তথ্য ধারণ করে রাখুন।
7قصتّك مهمة بالنسبة لنا لذا فهلمّ وانضمّ إلينا في 11-11-2011 وسجلّ هذه القصّة.১১. ১১.২০১১ বা ১১ নভেম্বর ২০১১ তারিখের পর-আপনাকে ছবি, চলচ্চিত্র অথবা অডিওতে ধারণ করা কাহিনী জমা দিতে বলা হবে।
8আর এই সব বিষয়কে আমরা তিনটা আলাদা বিশেষ প্রকল্পে বিভক্ত করব।
9بعد هذا التاريخ، سيتوجّب عليك إرسال الصورة أو الشريط المصوّر أو التسجيل الصوتي الخاص بك على الإنترنت ونحن بدورنا سنحوّل هذه المواد إلى ثلاثة مشاريع مميّزة: كتاب صور، مجموعة مؤلّفات موسيقية من العالم أجمع ووثائقي مع الإشارة إلى أن ريع هذه الأعمال سيساهم في تمويل المنظمات الخيرية التي تؤازر البشرية في تحقيق الأهداف الإنمائية الثمانية للألفية التابعة لللأمم المتحدةএর একটি হবে ছবি সম্বলিত বই, একটি হবে বিশ্বের বিভিন্ন সঙ্গীতের সংগ্রহ, এবং একটি তথ্যচিত্র তৈরি করা হবে। এই উদ্যোগের মধ্যে দিয়ে যে অর্থ সংগ্রহ করা হবে তা সেই সব সাহায্য সংস্থার কাছে যাবে যারা জাতিসংঘের ৮টি সহস্রাব্দের ৮ টি নির্ধারিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করছে।
1011-11-11 المبدعين يتحدون في خلال 3 شهور!১১-১১-১১ ক্রিয়েটিভ মাইন্ড ইউনিট - আর মাত্র তিন মাস বাকি!
11مقطع الفيديو من مشروع 11-11 على يوتيوبইউটিউবের এই ভিডিওটি ১১ ইলেভেনপ্রজেক্টের
12بدءاً من 11 شهر آب / أغسطس 2001، بوسعك المشاركة في المشروع عبر التسجيل وإطلاعنا على القليل من حياتك في 11 تشرين الثاني/ نوفمبر إما بواسطة شريط مصوّر أم صورة أم معزوفة.১১ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রকল্পের জন্য আপনি যোগ দিতে পারেন (সাইন আপ) এবং এর সাথে যুক্ত হবার জন্য নিজের নাম নিবন্ধন করতে পারেন, এর জন্য আপনাকে ১১ নভেম্বরে আপনার জীবনের খানিকটা অংশ, চলচ্চিত্র, ছবি অথবা সঙ্গীতের মাধ্যমে তুলে ধরতে হবে।
13بإمكانك المشاركة كذلك الأمر بصفة سفير للمشروع فتساهم في انتشاره في مدينتك وبهذا الشكل تضمن أن تضاف إلى المشروع وأن يكون صوت مجتمعك مسموعاً. للإطلاع على آخر نشاطات وأخبار مشروع 11 -11 - 11، إن رغبت بإمكانك متابعه على فيسبوك وعلى تويتر.এছাড়া এই বার্তাটি ছড়িয়ে দেবার জন্য আপনি আপনার শহরের একজন দূত হিসবে কাজ করতে পারেন এবং এই প্রকল্পে আপনার সম্প্রদায়ের কণ্ঠস্বর যাতে যুক্ত হয় সে বিষয়টি নিশ্চিত করতে পারেন।
14من ثم في 11 - 11 - 2011 استخدم جهاز الكمبيوتر أو هاتفك الخلوي أو آلة التصوير لديك أو حتى مسجّلك وسجّل في أي لغة كانت، جزء من يومك ذو أهمية بالنسبة لك.ফেসবুকে এবং টুইটারে আপনি ১১ইলেভেন প্রজেক্টকে অনুসরণ করতে পারেন, যাতে উক্ত প্রকল্পের দৈনন্দিন কার্যকলাপের তাজা সংবাদ জানতে পারেন।
15بعد هذا التاريخ، أرسل شريطك المصوّر، صورك أو موسيقاك وسيعمل فريق مشروع 11- 11 - 11 على استخدامها في إطار الوثائقي الذي يحضّر له والذي سيعرض يوم 21 أيلول / سبتمبر 2012، بمناسبة يوم الأمم المتحدة العالمي للسلام.এরপর ১১ নভেম্বর, ২০১১-এ (১১/১১/১১) আপনার কম্পিউটার, মোবাইল ফোন, ক্যামেরা, অথবা অডিও রেকর্ডার নিয়ে বের হয়ে পড়েন এবং আপনার জীবনের একটি অর্থপূর্ণ অংশকে ধারণ করুন। আর এটা যে কোন ভাষায় করতে পারেন।
16تتضافر الأصوات العالمية ومشروع 11- 11 - 11 للتوعية حول أهداف الأمم المتحدة الإنمائية للألفية.১১ নভেম্বর এর পরে আপনার ভিডিও, ছবি অথবা সঙ্গীত জমা দিন এবং ১১ ইলেভেন-এর টিম এটিকে একটা ছবিতে পরিণত করবে।
17ندعو في 11/11/11 جميع سكّان العالم للمساهمة في رسم صورة تشاركية وتعاونية للبشرية بالصور، والفيديو والتسجيلات الصوتية والتدوينات عن هذا اليوم.২১ সেপ্টেম্বর, ২০১২ তারিখে বিশ্ব শান্তি দিবসে জাতিসংঘে এই তথ্যচিত্র প্রদর্শিত হবে।
18ليس من الضرورة أن يرتبط ما ترسله بهذه الأهداف، فما يهمّ حقيقةً هو أن تمثلك وتعبر عنك شخصياً.জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে (এমডিজিএস)১১ইলেভেন প্রজেক্ট এর গ্লোবাল ভয়েসেস এক অংশীদার।
19১১ নভেম্বর ২০১১, বা ১১/১১/১১ তারিখে আমরা বিশ্বের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা মানবতাকে নির্মাণ করার ক্ষেত্রে আমাদের সাথে যুক্ত হউন।
20للإطلاع بشكل مفصّل على التحديات الإنمائية الثمانية والسبل لتحقيقها بحلول العام 2015، ندعوك لزيارة صفحتنا الخاصة بهذه القضية.এই দিনে ছবি, চলচ্চিত্র, অডিও বা ব্লগপোস্টের মাধ্যমে মানবিক বিষয় তুলে ধরুন। এখানে মুল যে বিষয়টি হচ্ছে নিজেকে উপস্থাপন করা।
21أخيراً نشجع الجميع على التدوين عن ” كيف أتمنّى أن يكون العالم بعد مئة سنة” مع التشديد وتسليط الضوء على هذه الأهداف الإنمائية المذكورة أعلاه.আপনি ৮টি উন্নয়ন চ্যালেঞ্জ বিষয়ে আরো পাঠ করতে পারেন এবং আমাদের বিশেষ পাতায়, আর কি ভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যায সে বিষয়ে লিখতে পারেন।
22قم بالإشارة والربط إلى صفحتنا الخاصة عن أهداف الألفية الإنمائية ونحن بدورنا سوف نقوم بذكر مقالاتك في هذه الصحفة.এ ছাড়া আমারা “আগামী ১০০ বছর পর আমরা বিশ্বকে কি ভাবে দেখতে চাই, এই বিষয়ে ব্লগ লেখার জন্য সবাইকে উৎসাহিত করছি।
23إذاً شاركنا في الإحتفال بالبشرية في 11/11/11.এখানে এমডিজিকে গুরুত্ব দিয়ে বিষয়টি লিখতে হবে।
24সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল) -এর সাথে লিঙ্ক যুক্ত করুন এবং আমরা আপনার ব্লগ পোস্টের পাতাকে সেখানে যুক্ত করব।
25المقال جزء من تغطيتنا الخاصة بأهداف الألفية الإنمائية للعام 2011কাজে ১১/১১/১১ তারিখে মানবতার জন্য আমাদের সাথে যুক্ত হউন ।