Sentence alignment for gv-ara-20140611-34118.xml (html) - gv-ben-20140615-43625.xml (html)

#araben
1ইসলামি জঙ্গীদের দখলে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল
2تغريدات تسجل بصورة حية سيطرة مسلحين على الموصل، ثاني أكبر مدينة في العراقহাজার হাজার ইরাকি জনগণ তাঁদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, কারণ মসুল জঙ্গি সংগঠন আইএসআইএস এর নিয়ন্ত্রনে চলে গেছে। ছবিঃ টুইটার ব্যবহারকারী @mohsinani
3آلاف النازحين هربوا من الموصل التي سقطت في يد داعش.ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল আজ (১০ জুন) ইসলামিক জঙ্গীদের হাতের মুঠোয় চলে গেছে।
4রিপোর্ট অনুযায়ী, ইরাক এবং সিরিয়ার (আইএসআইএস) ইসলামিক প্রদেশ থেকে আসা এই জঙ্গীরা কুখ্যাত জঙ্গী সংগঠন আল কায়েদার একটি দলছুট গোষ্ঠী।
5تصوير محسن العاني على تويتر mohsinani@এরা সিরিয়াতেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
6وقعت الموصل، ثاني أكبر مدن العراق، في العاشر يونيو / حزيران، في أيدي مسلحين إسلاميين تفيد التقارير بانتمائهم إلى تنظيم الدولة الإسلامية في العراق والشام (داعش) وهو تنظيم إسلامي يقاتل في سوريا.শহর জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ায় হাজার হাজার ইরাকী তাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত একজন ইরাকি ব্লগার মারিয়াম আল দাব্বাগ এই অগ্নিপরীক্ষার সময়ে তাঁর পরিবারের সংগ্রামের কথা টুইটারে লিখেছেন।
7وقد فر آلاف العراقيين من بيوتهم في أعقاب الاقتتال للسيطرة على الموصل.জুন মাসে লেখা তাঁর টুইটঃ মসুল আগুনে পুড়ছে।
8قامت المدونة العراقية المقيمة في الإمارات مريم الدباغ برسم صورةٍ لمعاناة عائلتها خلال هذه الأزمة على تويتر حيث تقول تغريداتها يوم 7 يونيو / حزيران:বেশ কিছু এলাকাতে বোমা বিস্ফোরিত হয়েছে এবং আগুন লাগিয়ে দেয়া হয়েছে। কিন্তু আন্তর্জাতিক প্রচার মাধ্যমে এ ঘটনাগুলো একেবারেই প্রচার করা হয়নি।
9الموصل تحت النار.#ইরাক
10أصوات انفجارات وإطلاق الرصاص تسمع في عدة أماكن دون أي تغطية تذكر من الإعلام العالمي.সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মঞ্চ জুড়ে বেশ কিছু সংহতি প্রচারাভিযান সঞ্চালিত হতে দেখা গেছে।
11يمكن رؤية عدة حملات تضامنية تطوف مواقع التواصل الاجتماعي لنشر أخبار ما يدور في الموصلএসব প্রচারাভিযানে মসুল সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে। দাব্বাগ সদয় চিত্তে বিভিন্ন কাজ নিয়ে লিখেছেনঃ
12وتسجل الدباغ عدة تصرفات أخلاقية: تم الإبلاغ عن قيام الفنادق في الموصل بفتح أبوابها لإيواء العائلات النازحة في نينوى.প্রতিবেদনে জানা গেছে যে মসুলের #নিনেভেহ অঞ্চলের হোটেলগুলো পালিয়ে বেড়ানো পরিবারগুলোকে আশ্রয় দিতে তাদের দরজা খুঁজে দিয়েছে।
13قامت المخابز في مناطق (عدن والضباط والسكر) بتوزيع الخبز مجانًا للناس في الموصل.(আদান, আল থুব্বাত এবং আল সুক্কার এলাকার) বেকারীগুলো জনগণের মাঝে বিনামূল্যে রুটি বিতরণ করছে।
14ومع استمرار الاقتتال على المدينة تتجه تغريدات الدباغ للحديث عن عائلتها التي مازالت في العراق:#মসুল #নিনেভেহ #ইরাক যেহেতু শহর জুড়ে এখনও দাঙ্গা চলছে, তাই দাব্বাগের টুইট গুলো তাঁর পরিবারের কথা চিন্তা করে লেখা হয়েছে।
15لم أرى والدي ملاصقين للتلفزيون لهذه الدرجة منذ 2003.তাঁর পরিবার এখনও ইরাকে অবস্থান করছেঃ
16أدعو الله ليكفل السلامة لعائلتي ولسلامة كل العراقيين في الموصل وفي العراق.২০০৩ সাল থেকে আমি আমার বাবা-মা কে কখনও এভাবে টেলিভিশন দেখতে দেখিনি।
17وتجد إسقاطاتٍ مشابهةً على الصراع الدائر في البلد المتاخم سوريا:আমি আমার পরিবার এবং #মসুল এবং #ইরাকে বসবাসকারী ইরাকিদের নিরাপত্তার জন্য পার্থনা করছি।
18التعليقات الإخبارية تربك الجموع الآن في العراق.প্রতিবেশী দেশ সিরিয়াও একই পথে হাঁটছে বলে তিনি মনে করেনঃ
19أنماط مشابهة لتلك من الحرب السورية. وتلقي نظرةً على الماضي القريب لتقارن الذعر الذي خنق مدينتها:ইরাকে বর্তমানে প্রচার মাধ্যমের বৃত্তান্তগুলো সাধারণ লোকজনকে বেশ দ্বিধাগ্রস্ত করে তুলছে।
20هذا النزوح هو الأول من نوعه في تاريخ الموصل إذ حتى في 2003 لم تشهد المدينة تحركات جذرية كهذه.সিরিয়ার যুদ্ধেও একই ঘটনা ঘটেছিল। তাঁর নিজের শহরকে গ্রাস করে ফেলা সন্ত্রাসকে তুলনা করতে তিনি বর্তমান ইতিহাসের দিকে পিছন ফিরে তাকিয়েছেনঃ
21وفي 9 يونيو / حزيران تتخذ تغريداتها مسارًا آخر فتقول:মসুল এর ইতিহাসে ক্ষমতা দখলের ঘটনা এটাই প্রথম। এমনকি ২০০৩ সালেও এই শহরে এতোটা ভয়াবহতা দেখা যায়নি।
22تفيد الأخبار من عائلتي في الموصل بانقطاع الكهرباء.৯ জুন তারিখে তাঁর টুইট গুলো নতুন মোড় নিয়েছে।
23انقطاع شاملতিনি রিপোর্ট করেছেনঃ
24بعد ذلك بقليل تتخذ عائلتها قرارًا بالانضمام إلى آلاف الأشخاص الهاربين من المدينة:মসুলে অবস্থানকারী পরিবারগুলোর কাছ থেকে জানা গেছে, সেখানে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন।
25أفراد عائلتي يغادرون منازلهم في الموصل.শীঘ্রই শহরটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
26হাজার হাজার পরিবারের মতো তাঁর পরিবারও শহরটি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেঃ
27لا حول و لا قوة الا بالله العلي العظيم#মসুল থেকে আমার পরিবার চলে যাচ্ছে।
28ومن ثم….আর তারপর…
29أخبارٌ تؤكد بأن الموصل على بعد ساعاتٍ من السقوط التام بأيدي المتشددين المسلحين.খবরে নিশ্চিত করা হয়েছে যে কয়েক ঘন্টার মধ্যেই শহরটি পুরোপুরিভাবে সশস্ত্র জঙ্গীদের দখলে চলে যেতে যাচ্ছে।
30هرب الجيش صباح اليوم.আজ সকালে #মসুল থেকে সামরিক বাহিনী পালিয়ে গেছে।
31وتظهر تغريداتها اليوم عائلتها العالقة قرب الحدود الكردية فتشرح قائلةً:আজ তাঁর টুইটে দেখা যাচ্ছে, তাঁর পরিবার কুর্দিশ সীমানার কাছাকাছি গিয়ে আঁটকে গেছে।
32عائلتي عالقةٌ في السيارة على الحدود إلى دهوك حيث لا يسمح لأي سيارة بالعبور.তিনি বর্ননা করেছেনঃ দুহকে যাওয়ার সীমানায় একটি গাড়িতে আমার পরিবার আঁটকে আছে।
33أخبارٌ عن تجهيز خيام للنازحين.সেখানে কোন গাড়ি ঢুকতে দেয়া হচ্ছে না।
34منطقة الخارز على الحدود مع إربل مغلقة تمامًا.প্রতিবেদনে জানা গেছে #মসুল থেকে পালিয়ে আসা লোকেদের জন্য সেখানে তাঁবু প্রস্তুত করা হচ্ছে।
35#ইরবিল এ যাওয়ার পথে আল খারিজ এলাকায় অবস্থিত সীমানাটি পুরোপুরি ভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
36البلد في فوضى!কী বিশৃঙ্খলা!
37الهواتف مقطوعة، والكل منقطع عن العالم.টেলিফোন লাইনগুলোও কেটে দেয়া হয়েছে।
38وأثناء ذلك تحاول مريم التوصل إلى استنتاجات منطقية في ظل الأخبار المتضاربة:লোকেরা একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। #ইরাক
39يقول رئيس الوزراء الكردي بأن كردستان مفتوحة للاجئين من الموصل.অতঃপর, দাব্বাগ পরষ্পর বিরোধী প্রতিবেদনগুলোতে যুক্তি প্রয়োগ করতে চেষ্টা করেছেনঃ
40ولكن على الأرض تقول التقارير الواردة من عراقيين هناك بأن الحدود مغلقة.কুর্দিশ প্রধানমন্ত্রী বলেছেন #মসুল থেকে আগত শরনার্থীদের জন্য #কুর্দিস্তানের দরজা খোলা।
41يتفاجأ زيد بنيامين أثناء مشاهدته للتلفاز عندما يرى بأن التلفزبون العراقي يعرض بعض الأغاني فيما تتعرض ثاني أكبر مدنه للسقوط بأيدي المتشددين:কিন্তু সেখানে অবস্থানকারী ইরাকিরা জানিয়েছেন সীমানা বন্ধ করে রাখা হয়েছে। জাইদ বেনজামিন টেলিভিশন দেখে খুব অবাক হয়েছেন।
42التلفزيون العراقي الان مع ورود انباء عن خروج ثاني مدن #العراق عن السيطرة الحكومية بحسب محافظها اثيل النجيفي pic.twitter.com/IjJIb7mmuRইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর যেখানে জঙ্গীদের নিয়ন্ত্রণে চলে যেতে বসেছে, সেখানে ইরাক টেলিভিশন গান সম্প্রচার করছে দেখে তিনি হতবাকঃ
43- Zaid Benjamin (@zaidbenjamin) June 10, 2014- Zaid Benjamin (@zaidbenjamin) June 10, 2014
44ويعلق الصحفي حسن حسن قائلاً:সানবাদিক হাসান মন্তব্য করেছেনঃ
45يعرض التلفزيون الرسمي العراقي مقابلةً مع المغني عبدالحسين اللامي في حين تفقد بغداد السيطرة على مدينة ثانية https://t.co/fDTgpWRzae أثناء ذلك يشاهد العالم العربي الفوضى وهي تتكشف.দ্বিতীয় বৃহত্তম শহরের উপর থেকে বাগদাদ যখন নিয়ন্ত্রণ হারাচ্ছে ঠিক সে সময়ে ইরাকি রাষ্ট্রীয় টেলিভিশন শিল্পী আব্দুলহুসেন আলামির সাক্ষাৎকার সম্প্রচার করছে।
46تتساءل هدى المحمود من البحرين: كارثة جديدة تحل بالوطن العربي..নৈরাজ্য প্রকাশিত হয়ে পরেছে বলে আরব বিশ্ব তা দেখছে।
47ولا أتصور أن وصول القاعدة الى الموصل سيخدم أحدأ !!বাহরাইন থেকে হুদা আল মাহমুদ বিস্ময় [আরবি] প্রকাশ করেছেনঃ
48يامن تكافحون الإرهاب!! #الموصلআরব বিশ্বে একটি নতুন বিপর্যয় ঘটে গেছে।
49- Huda Al-Mahmood (@Huda_E_AL) June 10, 2014আমি মনে করি না আল কায়েদা মসুল দখল করে নিলে কারও কোন উপকার হবে।
50ويتساءل الفلسطيني معاذ مصلح قائلاً:সন্ত্রাস বিরোধী সব উদ্যোগ এখন কোথায় গেল?
51داعش تطلق 2725 سجين من سجن #الموصل…كم منهم رح ينضم لداعش؟ফিলিস্তিনের মাথ মুসলেহ প্রশ্ন করেছেনঃ আইএসআইএস মসুল কারাগার থেকে ২৭২৫ জন বন্দীকে মুক্তি দিয়েছিল।
52#العراق - مَعاذ مصلح (@MaathMusleh) June 10, 2014তাদের কতজন আইএসআইএস বাহিনীতে যোগ দিয়েছে?
53في حين يذكر الصحفي جمال خاشقجي أمرًا متوقعًا:সৌদি সাংবাদিক জামাল খাশোগি পরিষ্কারভাবে বলেছেনঃ
54داعش تسيطر على #الموصل !!!
55أتوقع ان يكون لهذا الخبر تداعيات حتى خارج العراق .আইএসআইএস বাহিনী মসুলের নিয়ন্ত্রণ ভার নিয়ে নিয়েছে।
56- جمال خاشقجي (@JKhashoggi) June 10, 2014আমি আশা করি ইরাকের বাইরে এই খবরটি প্রতিক্রিয়া তৈরি করবে।