Sentence alignment for gv-ara-20130615-30080.xml (html) - gv-ben-20130609-36725.xml (html)

#araben
1السعودية: اعتقال رجلين بتهمة “إهانة الدين”“ধর্ম অবমাননা”র দায়ে সৌদি যুবক গ্রেপ্তার
2সৎগুণ উন্নীতকরণ এবং পাপ প্রতিরোধকরণ কমিটি (সিপিভিপিভি) রাজধানী রিয়াদে দু'জন সৌদি যুবককে ধর্ম অবমাননার দায়ে গ্রেপ্তার করেছে।
3বদর আল-রশীদ @বিআলরশীদ এবং আব্দুল্লাহ আল-বিলাসি @৩বিডিএলএলএ টুইটারে তাঁদের ঘটনাটি শেয়ার করেছেন।
4আল-রশীদের মতে, সন্ধ্যাকালীন নামাজ আদায়ের জন্য লোকেদের এলাকা ত্যাগের কথা বলতে সিপিভিপিভি'র গাড়ি যখন তাঁদের অতিক্রম করছিল তখন তাঁরা একটি ক্যাফের বাইরে বসেছিল।
5তিনি বলছেন, তিনি সিপিভিপিভি'এর সদস্যদের সাথে তর্ক করেছিলেন যে নামাজের সময়ে পাবলিক প্লেসে বসে থাকাটা অবৈধ কিনা।
6اعتقلت هيئة الأمر بالمعروف والنهي عن المنكر السعودية (أ. م.এরপরে আল-রশীদ টুইট করেছেন [আরবি]:
7ن. م) في الرياض رجلين بزعم إهانتهما للدين وهما @BAlrasheed بدر الرشيد وعبد الله البلاسي @3bdlla الذين قاما بمشاركة قصتهما على تويتر.@বিআলরশীদঃ “এই আইন এবং হেয়া (সিপিভিপিভি অপ্রাতিষ্ঠানিকভাবে যেটার সাথে যুক্ত) মাঝে মাঝে ইচ্ছেমতো প্রয়োগ করা হয়।
8وفقاً لرواية بدر فقد كانا يجلسان في أحد المقاهي عندما مرت سيارة الهيئة وبدأت في مناداة الناس للتوجه لأداء صلاة المغرب وقال أنه جادل أحد موظفي الهيئة بحجة ما إذا كان الجلوس في الأماكن العامة وقت الصلاة أمرًا غير قانوني.একারণে এটা সম্বন্ধে আমি প্রথম শুনলাম। তাই আমি তাঁদের গাড়ির দিকে এগিয়ে গেলাম এবং জিজ্ঞাসা করলামঃ এমন কি কোন আইন আছে যে নামাজের সময় জনসম্মুখে বসে থাকা নিষিদ্ধ?”
9وغرد بدر لاحقاً: @BAlrasheed: لأني أول مرة أسمع بهذا النظام ولعلمي بأن الهيئة ومعظم الأجهزة الأمنية أحياناً يتصرفون حسب مزاجهم ويختلقون لك قوانين غير موجودة.কর্মচারীদের উত্তর ছিল এরকম যে, এটি হারাম (ধর্মীয়ভাবে নিষিদ্ধ), কিন্তু আল-রশীদ বাধা দিয়ে বললেনঃ
10رحت للجمس وسألت: هل هناك قانون يمنع الجلوس في الأماكن العامة وقت الصلاة؟@বিআলরশীদঃ “ধর্ম কি বলে, তা আমাকে বলবেন না। এমন কোন আইন কি আছে?
11وأجابه موظف الهيئة بأن هذا حرام إلا أن عبدالله قاطعه قائلاً:ধর্ম ব্যক্তিগত একটি পছন্দের বিষয়। আর আমি যা মানতে বাধ্য, তা হচ্ছে আইন”।
12@BAlrasheed: قاطعته وقلت: لا تقول لي يقول الرسول صلى الله عليه وسلم، فيه قانون؟আল-রশীদের মতে, কর্মচারীটি তাঁর কথা শুনে খুব বিরক্ত হয় এবং তাঁর ও তাঁর বন্ধুর পরিচয়পত্র দেখতে চায়।
13এরপর, সিপিভিপিভি সদস্যটি তাঁদের ধমকাতে শুরু করল এবং পুলিশ কর্মকর্তাটিকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উৎসাহ দিচ্ছিল।
14কয়েক মিনিট পর, আরেকটি সিপিভিপিভি'এর গাড়ি ও একটি পুলিশের গাড়ি তাঁদের গ্রেপ্তার করতে এল এবং তাঁদের আল-সুলাইমানিয়া পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হল।
15الحديث نصيحة وأنا حر أعمل بها أو لا و(لا إكراه في الدين) أما القانون فهو عقد اجتماعي بين المواطن والحكومة وهذا الشي اللي أنا ملزم به فقط.আল-বিলাসি সেলের অমানবিক অবস্থার কথা বলেছেনঃ “এটি খুব ছোট এবং মানুষে ভর্তি ছিল। সেখানে কোন বিছানা বা ম্যাট্রেস ছিল না”।
16ويقول بدر أن الموظف شعر بالإنزعاج الشديد وطلب منه وصديقة إبراز ما يثبت هويتهما.তিনি আরো বলেছেন, “আমরা মেঝেতে ঘুমিয়েছি।
17بعد ذلك بدأ موظف الهيئة بتهديدهما وحرض الشرطي باتخاذ إجراء بحقهما وخلال عدة دقائق جاءت سيارة أخرى تتبع للهيئة وسيارة شرطة وتم اعتقالهما وأخذهما إلى قسم شرطة السليمانية.আমি একজন কর্মকর্তাকে অনুরোধ করেছিলাম, আমাকে যেন হলরুমে ঘুমাতে দেওয়া হয়, কিন্তু সে আমাকে শুধুই অভিশাপ দিল”। পরদিন সকালে তাঁদেরকে হাতকড়া পরিয়ে তদন্ত ও অভিযোগ ব্যুরোতে নিয়ে যাওয়া হয়।
18وتحدث عبد الله البيلاسي عن الأوضاع المهينة في السجن: ” الزنزانة صغيرة ومزدحمة للغاية ولم يكن هناك أية أسِرّة أو مراتب، لقد نمنا على الأرض، طلبت من الموظف أن يتركني أنام في الممر إلا أنه شتمني، وفي اليوم التالي تم أخذنا مقيدين إلى مكتب التحقيق والنيابة، وحال وصولنا تم أخذنا إلى غرفة صغيرة بقينا فيها لعدة ساعات إلى أن تم استدعاء كل منا على حده للتحقيق، وقال المحقق لعبد الله أن أعضاء الهيئة “لا يجب مجادلتهم، فقط إطاعتهم”.সেখানে পৌঁছানোর পর তাঁদেরকে একটি ছোট ছোট ঘরে ঢোকানো হয়, যেখানে তাঁরা পৃথকভাবে তদন্তের জন্য ডেকে নেওয়ার আগে কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করেন। তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহকে বলেন যে পুলিশ কর্মকর্তা ও সিপিভিপিভি সদস্যদের সাথে “তর্ক করা যাবে না, বরং মেনে নিতে হবে”।
19তাঁদের দুঃস্বপ্নের অবসান ঘটে যখন তাঁদের বাবা-মা তাঁদের জামিনের ব্যবস্থা করেন এবং তাঁরা মুক্তি পান।
20وانتهى كابوسهما عندما قام والداهما بدفع الكفالة لإخراجهما بالرغم من أن المحقق أخبرهم أن ما حصل كان “سوء فهم” فقد غضب رجال الدين وطلبوا أن يتم اتخاذ إجراء تجاه الرجلين.যদিও তদন্তকারী কর্মকর্তাটি একে “ভুলবোঝাবুঝি” বলে আখ্যায়িত করেছেন। ধর্মীয় পুলিশেরা এতে সন্তুষ্ট হতে পারেনি এবং তাঁরা দু'জন লোকের শাস্তি দাবি করেন।
21ويروي عبد الله قصة غريبة حدثت لرجل لبناني التقيا به في قسم شرطة السليمانية تم اعتقاله بسبب “ابتسامة غير شرعية!”আরো উদ্ভট ব্যাপার এই যে, আল-বিলাসি এবং আল-রশীদ একজন লেবানিজ লোক সম্পর্কে একটি অদ্ভূত ঘটনা বলেছেন।
22লোকটির সাথে তাঁদের আল-সুলাইমানিয়াহ পুলিশ স্টেশনে দেখা হয়েছে।
23@balrasheed من أظرف القصص في التوقيف..লোকটিকে “ধর্মীয়ভাবে অশ্লীল হাসির”!
24لبناني يعمل في السواني في الفيصلية محكوم عليه بخمسة أيام.জন্য গ্রেপ্তার করা হয়েছিল।
25@বিআলরশীদঃ আটক অবস্থায় সবচেয়ে উদ্ভট যে ঘটনাটি সম্পর্কে আমরা জেনেছি তা হল একজন লেবানিজ বিক্রেতার ঘটনা, যাকে পাঁচ দিনের কারাদন্ড দেয়া হয়েছিল।
26التهمة: “ابتسامة غير شرعية”তাঁর অপরাধ ছিলঃ “একটি অ-শরিয়া শিষ্ট হাসি”।
27حصلت هذه الحادثة في ٢٥ مارس/آذار ٢٠١٣২৫ শে মার্চ, ২০১৩ ঘটনাটি ঘটেছে।