Sentence alignment for gv-ara-20100404-3979.xml (html) - gv-ben-20100407-10257.xml (html)

#araben
1مصر: مواء ممتاز القط للرئيس مباركমিশর: চমৎকার বিড়াল প্রেসিডেন্ট মুবারকের জন্য মিয়াও করেছেন
2نشر محمد دهشان تدوينة عن مقال ممتاز القط حيث ذكر (ممتاز القط) أن المصريين يريدون الحصول على تأشيرات لألمانيا ليتمنوا لمبارك سرعة الشفاء بعد عمليته.মোহাম্মাদ তার ব্লগে মুমতাজ এল কোটের প্রতিবেদন নিয়ে একটি লেখা দিয়েছেন - যেখানে মুমতাজ উল্লেখ করেছেন যে মিশরীয়রা জার্মানির ভিসা চাচ্ছে প্রেসিডেন্ট মুবারককে অস্ত্রোপচারের পর দ্রুত আরোগ্য লাভের শুভেচ্ছা জানানোর জন্য।
3إن ممتاز القط رئيس تحرير جريدة الأخبار.মোহাম্মাদ লিখেছেন:
4وقد كانت الأخبار أفضل قليلاً من الأهرام - قليلاً من كتاب الأعمدة بها حادوا عن طريق الحزب في بعض الأحيان - أما الآن فهي مجرد بروباجاندا حكومية من الدرجة الثانية.মুমতাজ এল কোট সরকারী সংবাদপত্র আল-আকবারের প্রধান সম্পাদক। এক সময়ে আল আহরামের থেকে একটু এগিয়ে ছিল আকবর- তাদের কয়েকটা কলাম লেখক দলের অবস্থান থেকে মাঝেমাঝে সরে যেতেন- কিন্তু এখন এটি দ্বিতীয় স্তরের রাষ্ট্রীয় প্রচারণা মাধ্যম।
5الأستاذ القط - أسمه الأول “ممتاز” والأخير “قط”، كتب مقالاً غاية في السخف والتفاهة - بعنوان ‘حمدا لله على السلامة'.জনাব এল কোট- যার প্রথম নামের অর্থ ‘চমৎকার' আর শেষ অংশ ‘বিড়াল' একটি অসম্ভব বাজে ও হাস্যকর সম্পাদকীয় লিখেছেন ‘ইশ্বরকে ধন্যবাদ আপনি ভালো আছেন' শিরোনামে।
6على فضاء تويتر كان الأمر مضحكاً مرحاً وتم استخدام وسم جديد: #ExcellentNawNaw.টুইটার জগত এটাকে এতোটাই মজার ভেবেছে যে তারা এটি প্রচারে নতুন একটা হ্যাশট্যাগ তৈরি করেছে: #এক্সেলেন্টনাওনাও।
7ويكيبيديا - صورة للموقع بواسطة محمد دهشانউইকি এন্ট্রি- মোহাম্মাদ কর্তৃক নেয়া স্ক্রিন শট
8أضاف شخص ما صفحة في ويكيبيديا للأستاذ القط وأرفق دهشان من الموقع صورة في حالة استبعاد المقال ووزعها في مجموعة على فيس بوك !কেউ একজন একটি উইকি পাতা তৈরি করেছেন জনাব বিড়ালের জন্য আর মোহামেদ একটি স্ক্রিন শট পোস্ট করেছেন যদি প্রতিবেদনটা সরিয়ে নেয়া হয় এই ভয়ে আর এটাকে ফেসবুক দলে ছড়িয়ে দিয়েছেন!