Sentence alignment for gv-ara-20150212-36659.xml (html) - gv-ben-20150124-46934.xml (html)

#araben
1ردود مستخدمي الإنترنت على موت ملك السعودية
2توفي الملك السعودي عبد الله عن عمر يناهز الـ 90 عامًا.সৌদি বাদশাহ ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেছে; তার উত্তরসূরি সালমানের বয়স ৭৯ বছর
3تظهر صورته على كافة فئات العملة السعودية.আজ, ৯০ বছর বয়সে সৌদি আরবের বাদশা মৃত্যুবরণ করেছেন।
4تصوير: أميرة الحسينيসৌদি সকল নোটে তার ছবি রয়েছে।
5بعد أسابيع من التكهنات، أعلنت المملكة العربية السعودية يوم [23 يناير / كانون الثاني 2015] وفاة الملك عبد الله بن عبد العزيز، خادم الحرمين الشريفين، عن عمر ناهز التسعين عامًا.ছবির কৃতিত্ব- আমিরা আল হোসাইনি। এক সপ্তাহ ধরে নানান জল্পনা কল্পনার পর আজ [২৩ জানুয়ারি, ২০১৫] ঘোষণা করা হয় যে সৌদি আরবের বাদশা আবদুল্লাহ বিন আব্দুলআজিজ মৃত্যুবরণ করেছেন।
6جاء عبد الله إلى السلطة في أغسطس / آب 2005، بعد وفاة أخيه غير الشقيق فهد بن عبد العزيز، في حين يخلفه الآن شقيقه الآخر سلمان بن عبد العزيز، ذو الـ 79 عامًا.মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর, যিনি দুটি পবিত্র মসজিদের রক্ষক। ২০০৫ সালে, সৎ ভাই ফাহাদ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর আবদুল্লাহ ক্ষমতায় আসেন, এখন তার উত্তরসূরি হলেন তার অন্য ভাই সালমান বিন আব্দুলআজিজ।
7واختير شقيقهما الآخر مقرن وليًا للعهد.আর বর্তমান দেশটির যুবরাজ হল তাদের আরেক ভাই মুকরিন।
8هم جميعًا أبناء الملك عبد العزيز، الذي أسس المملكة العربية السعودية عام 1932، والذين تناوبوا على اعتلاء العرش على مر السنين.এরা সকলে বাদশা আব্দুল আজিজের সন্তান, যিনি ১৯৩২ সালে সৌদি আরব নামক রাষ্ট্র প্রতিষ্ঠাতা, আর সেই থেকে তার উত্তরাধিকারীরা ধারাবাহিক ভাবে সৌদি আরবের সিংহাসনে আরোহণ করে আসছে।
9لعبد العزيز 45 ابنًا، 36 منهم عاشوا حتى البلوغ وأنجبوا أبناء.আব্দুল আজিজের ৪৫ জন সন্তানের মধ্যে ৩৬ জন টিকে ছিল, যারা বয়সকালে মৃত্যুবরণ করে এবং তাদের সন্তানাদি রয়েছে।
10মিশরীয় নাগরিক আমরো আলি এই ইনফোগ্রাফিক তুলে ধরেছে যা প্রদর্শন করছে, ক্রমশ কমে আসতে থাকা এক বয়স্ক প্রজন্ম সৌদি আরবের সিংহাসনে বসার অপেক্ষায় থাকে।
11شارك المصري عمرو علي هذا المخطط ليدلل على “الأجيال القديمة لملوك السعودية.”সবসময় বয়স্ক এক প্রজন্ম বাদশার গদিতে বসার অপেক্ষায় রয়েছে। যাদের আর তিনজন এখন অবশিষ্ট রয়েছে।
12الجيل القديم لملوك السعودية. بقي ثلاثة فقطএই ঘটনায় অনলাইনের নাগরিকরা দ্রুত তাদের সংক্ষিপ্ত মন্তব্য তুলে ধরছে।
13سريعًا ما تبادل مستخدموا الإنترنت آراءهم حيث لاحظ المدون السعودي أحمد العمران كيف تغير حساب الملك سلمان على تويتر ليعكس منصبه الجديد:সৌদি ব্লগার আহমেদ ওমরান উল্লেখ করেছে যে কিভাবে সদ্য বাদশাহী প্রাপ্ত সালমান নতুন অবস্থানের প্রেক্ষাপটে টুইটারে তার জীবন বৃত্তান্তে পরিবর্তন এনেছেন:
14تم تعديل حساب الملك على تويتر ليصبح: الحساب الرسمي لخادم الحرمين الشريفين، الملك سلمانবাদশা সালমানের টুইটারের জীবন বৃত্তান্ত পরিমার্জন করা হয়েছে, যেখানে লেখা হয়েছে; বাদশা সালমান, যিনি দুটি পবিত্র মসজিদের তত্বাবধায়ক।
15ولوحظ أيضًا ارتباك حول الملك المتوفى وعمر خليفته الجديد.সদ্য পৃথিবী থেকে বিদায় নেওয়া বাদশাহ এবং তার নতুন উত্তরসূরির বয়স নিয়ে বিভ্রান্তি রয়েছে।
16غرد عبد الخالق عبدالله من الإمارات العربية المتحدة:সংযুক্ত আরব আমিরাত থেকে আব্দুলখালেক আবদুল্লাহ টুইট করেছে: এই মাত্র সংবাদ পাওয়া গেল।
17وفاة الملك عبدالله ذي 93 عامًا.সৌদি আরবের ৯৩ বছর বয়স্ক বাদশা আবদুল্লাহ বিন আব্দুল আজিজ মৃত্যু বরণ করেছেন।
18الملك سلمان خلفه بعمر 82 عامًاএখন নতুন বাদশা হলেন ৮২ বছর বয়স্ক সালমান বিন আব্দুলআজিজ।
19لم يكن الجميع لطفاء بموت الملك عبدالله.বাদশাহ আবদুল্লাহর মৃত্যু সংবাদে অনেকে এতটা ভাল মনোভাব প্রকাশ করেনি।
20شارك مستخدم تويتر هذه التغريدة:যেমন এই টুইটার ব্যবহারকারী এই মীমটি প্রদর্শন করেছে:
21الملك عبدالله حيَ وتمت رؤيته راكبًا حصانهবাদশা আবদুল্লাহ জীবিত আছেন এবং তাকে ঘোড়ায় চড়ে বেড়াতে দেখা গেছে।
22وكان هناك أيضًا السعوديون الحزينون على وفاة ملكهم.কিন্তু এমন অনেক সৌদি নাগরিক রয়েছে যারা সৌদি বাদশাহ-এর মৃত্যুতে শোকার্ত।
23يكتب مستخدم تويتر هذا:এই টুইটার ব্যবহার লিখেছে:
24عيوني ملأى بالدموع، ليست هناك كلمات تعبر عن حبي لهذا الرجلআমার চোখ অশ্রুতে ভরে গেছে, তাকে আমি কতটা ভালবাসি তা প্রকাশ করার মত কোন ভাষা আমার জানা নেই!
25ويكتب آخر:আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছে :
26لم يكن مجرد ملك، كان قائدًا وأبًا.তিনি কেবল এক বাদশাহ ছিলেন না, তিনি ছিলেন জাতির এক নেতা এবং এক পিতা। আর শোক প্রকাশ চলছে:
27ويستمر الحزن:আমরা এক পিতাকে হারিয়েছি।
28আমরা এক অসাধারণ নেতাকে হারিয়েছে।
29رحم الله الملك عبدالله، لقد فقدنا أبًا وقائدًا عظيمًا، فقدنا ملك الإنسانيةআমরা মানবতার এক বাদশাহকে হারিয়েছি। শান্তিতে ঘুমান বাদশাহ আবদুল্লাহ।
30من مصر، كانت ردة فعل “ذا روك” سريعة بشكر العاهل السعودي على خدماته لمصر:মিশর থেকে দি রক দ্রুত শোক প্রকাশকারীদের এই মিছিলে যোগ দিয়েছে, মিশরকে সাহায্য করার কারণে বাদশাহকে সে ধন্যবাদ প্রদান করছে। :
31ملك عظيم، شكرًا لكل جهودك في مساعدة مصر.অসাধারণ এক বাদশাহঃ মিশরের প্রতি আপনার সকল প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ।
32التعازي الحارة للشعب السعوديসৌদি আরবের নাগরিকদের জন্য রইল সমবেদনা।
33هذا وقد توافدت آلاف الرسائل بالصلاة والترحم على روحه.সৌদি বাদশাহ-এর মৃত্যুর সংবাদ তার আত্মার শান্তি কামনা করে হাজার হাজার নাগরিক শোক বার্তা প্রদান করে যাচ্ছে।