Sentence alignment for gv-ara-20130726-30597.xml (html) - gv-ben-20130721-37610.xml (html)

#araben
1مقتل ثلاث متظاهرات مؤيدات لمرسي بالمنصورةমুরসির মহিলা সমর্থক প্রতিবাদকারীরা মনসুরায় নিহত
2مقتل ثلاث سيدات على الأقل بالمنصورة عندما هوجمت تظاهرة احتجاجية مؤيدة للرئيس السابق مرسي بواسطة “بلطجية” بينما أصيب عشرات آخرون بسكاكين ورصاص.মনসুরায় আজ রাতে প্রাক্তন মিশরীয় রাষ্ট্রপতি মোহাম্মেদ মুরসির সমর্থনে একটি প্রতিবাদে “সহযোগী গুণ্ডা”দের দ্বারা আক্রান্ত হয়ে অন্তত তিন জন নারী নিহত হয়েছেন।
3فَزعت المدونة المصرية زنوبيا قائلة: تبا!কয়েক ডজন মানুষ শটগান এবং ছুরির আঘাতে আহত হয়েছেন বলেও জানা গেছে।
4سيدة عمرها 37 سنة وفتاة عمرها 13 سنة من مؤيدي مرسي قتلن في المنصورة.মিশরীয় ব্লগার জেইনোবিয়া জানাচ্ছেন: ধুত্তোরি, ৩৭ বছরের এক মহিলা ও ১৩ বছরের একজন বালিকা মুরসি সমর্থক # মনসুরায় নিহত হয়েছেন।
5وأضاف @egyrevolution12:
6مسيرات الإخوان ف #المنصوره بتطلع بعد التراويح نصها مثلا بتبقي ستات .- জেইনোবিয়া (@জেইনোবিয়া) July 19, 2013 এবং @ইজিরেভুলেশন১২ আরও বলেছে [আরবী ভাষায়]:
7عائلات كامله . الهجوم عليهم مالوش اي مبرر #asterমনসুরায় ইখয়ান প্রতিবাদ শুরু হয় নামাজের পর এবং এর প্রায় অর্ধেকই ছিল মহিলা।
8- الثورة مستمرة (@egyrevolution12) July 19, 2013সম্পূর্ণ পরিবার / তাদের উপর আক্রমণ ক্ষমা করা যায় না।
9ضاق إبراهيم الجارحي بهؤلاء الذين يبررون قتل النساء، وكتب:ইব্রাহিম এলঘারি যারা নারী হত্যার অজুহাত দায়ের করেছেন তাঁদের কাজে বিস্মিত হয়েছেন। তিনি লিখেছেন:
10يللا نبيع مبادئنا ونسكت على قتل النساء..আসুন আমরা আমাদের মূল্যবোধ বিক্রি করে দিই এবং নারীদের হত্যার ব্যাপারে চুপচাপ থাকি।
11يللا نخالف ضميرنا ونقول ايه اللي وداهم هناك - إبراهيم الجارحي (@Ibrahim_Elgarhi) July 20, 2013আমাদের বিবেকের বিরুদ্ধে যাই এবং বলি, তাঁদের (মহিলাদের) সেখানে (প্রতিবাদ) কে নিয়েছে ?
12في 30 يونيو / حزيران، خرج الشعب المصري للشوارع للمطالبة برحيل الرئيس محمد مرسي، مرشح الإخوان المسلمين، عن السلطة.মিশরীয়রা গত ৩০ জুন তারিখে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী রাষ্ট্রপতি মোহামেদ মুরসি কে, অপসারনের দাবিতে রাস্তায় নেমে আসে।
13وفي 3 يوليو / تموز تم إيقاف حكم مرسي الذي دام عاما واحدا، وتدير البلاد الآن حكومة انتقالية.৩ জুলাই, মুরসির এক বছরের শাসনামলের ইতি ঘটে এবং একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। মুরসিকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তাঁর সমর্থকরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
14ومنذ ذلك الحين يخرج مؤيدو مرسي في تظاهرات احتجاجية مطالبين بعودته للحكم.