Sentence alignment for gv-ara-20140211-32632.xml (html) - gv-ben-20140209-41682.xml (html)

#araben
1ملك السعودية يحظر الجماعات الدينيةধর্মীয় গোষ্ঠীগুলোকে অবৈধ ঘোষণা করলেন সৌদি বাদশাহ
2​​সৌদি আরবের কোন নাগরিক দেশের বাইরে যুদ্ধ করলে অথবা কোন “ধর্মীয় ও চরমপন্থী দলের সদস্য” হলে, তাঁদের কারাগারে দণ্ডিত করা হবে বলে একটি রাজকীয় ফরমান জারি করেছেন সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ।
3أصدر ملك السعودية عبد الله بن عبد العزيز مرسومًا ملكيًا يفرض عقوبة السجن على السعوديين الذين يقاتلون خارج البلد والذين “ينتمون لتيارات ومجموعات دينية متطرفة.”এই ডিক্রি সামাজিক মিডিয়া নেটওয়ার্কিং সাইটগুলোতে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সৌদি আরবের কয়েক হাজার জনগণ সিরিয়ার গৃহযুদ্ধে অংশগ্রহণ করেছেন।
4أطلق المرسوم ردود فعل مختلفة في وسائل التواصل الاجتماعي.তাঁদের মধ্যে তরুণ যোদ্ধারাও রয়েছেন।
5وقد انضم آلاف السعوديين للحرب الأهلية في سوريا - من ضمنهم مقاتلين شباب - في حين من ناحية أخرى كانت وسائل الإعلام السعودية تتجادل في من يجب توجيه اللوم له.এই ক্ষেত্রে কাকে দোষারোপ করা হবে তা নিয়ে সৌদি মিডিয়া বিতর্কে জড়িয়েছে। মিশর মুসলিম ব্রাদারহুডকে একটি সন্ত্রাসী গ্রুপ বলে ঘোষণা দেওয়ার পর পরই এই ডিক্রিটি জারি করা হল।
6يأتي المرسوم أيضًا بعدما أعلنت مصر جماعة الإخوان ألمسلمين جماعة إرهابية.সরকারী সৌদি বার্তা সংস্থা রিপোর্ট করেছে:
7وذكرت وكالة الإعلام السعودية الرسمية بالإنجليزية: يعاقب بالسجن مدة لاتقل عن ثلاث سنوات، ولا تزيد على عشرين سنة، كل من يشارك في أعمال قتالية أو ينتمي لتيارات أو جماعات فكرية متطرفة خارج المملكة.আজ একটি রাজকীয় আদেশে বলা হয়েছে, কিংডমের বাইরে যারা যুদ্ধবিগ্রহে অংশগ্রহণ বা এর সাথে জড়িত আছেন অথবা মৌলবাদী ধর্মীয় ও বুদ্ধিজীবী গোষ্ঠী বা এরকম স্রোতে যোগদান করেছেন, তাঁদের ন্যূনতম তিন বছর এবং অনধিক বিশ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হবে।
8وتزيد العقوبة للسجن مدة لاتقل عن خمس سنوات، ولاتزيد عن ثلاثين سنة إذا كان مرتكب أي من الأفعال المشار إليها في هذا البند من القوات العسكرية.তবে, সশস্ত্র বাহিনীর কোন সদস্য এরকম কাজে জড়িত থাকলে তাঁদের শাস্তির মেয়াদ ন্যূনতম পাঁচ বছর এবং সর্বোচ্চ ত্রিশ বছর বৃদ্ধি করা হবে।
9مع ذلك لم يذكر المرسوم الملكي في نسخته العربية “المجموعات الدينية الراديكالية”، بل استعاض عنها بعبارة “التيارات والجماعات” مما ولد انتقادات للغة المبهمة للمرسوم حتى أن أطلق بعض مستخدمي تويتر الوسم: #الملك_عبدالله_يحظر_جماعة_الإخوان_المسلمين.আরব ফরমানে কিন্তু, “মৌলবাদী ধর্মীয় গ্রুপ” উল্লেখ করা হয়নি বরং “ধর্মীয় এবং চরম” শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে। এই অস্পষ্ট ভাষা ব্যবহারের জন্য এর সমালোচনা শুরু হয়েছে।
10وذكر الأكاديمي في العلوم السياسية، خالد الدخيل، أن المرسوم يحظر بالفعل جماعة الإخوان المسلمين:কিছু টুইটার ব্যবহারকারীরা এমনকি একটি হ্যাশট্যাগ শুরু করেছেন: “বাদশাহ আব্দুল্লাহ মুসলিম ব্রাদারহুড দলকে বহিষ্কার করেছেন।”
11تحديد الأمر “للتيارات أو الجماعات … الدينية … أوالمصنفة كمنظمات إرهابية داخلياً أو إقليمياً أو دولياً” يشمل الإخوان بعد تصنيف مصر لهم.পলিটিকাল সায়েন্সের শিক্ষক খালিদ আল-দেখায়েল বলেছেন, এই ডিক্রি প্রকৃত অর্থেই মুসলিম ব্রাদারহুডকে আইন বিরুদ্ধ বলে ঘোষণা করেছেঃ - Khalid al-Dekhayel (@kdriyadh) February 3, 2014
12“ধর্মীয় দল অথবা জাতীয়, আঞ্চলিক বা আন্তর্জাতিক পর্যায়ে যারা সন্ত্রাসী বলে ঘোষিত” তাঁদের নির্দিষ্ট করণের এই ঘোষণায় মিশরের মুসলিম ব্রাদারহুডকে অন্তর্ভুক্ত করেছে।
13- Khalid al-Dekhayel (@kdriyadh) February 3, 2014 ولاحظ المغرد السعودي سلطان الفيفي المفارقة في استخدام الشريعة الإسلامية لحظر جماعات دينية:সৌদি টুইটার ব্যবহারকারী সুলতান আল ফিফি লক্ষ করেছেন, ধর্মীয় গ্রুপগুলোকে অবৈধ ঘোষণার মধ্যে শরিয়া আইনের উদ্ধৃতির মধ্যে কূটাভাস রয়েছে:
14انطلاقًا من “مقاصد الشريعة الإسلامية”، سنجرم كل من ينتمي إلى جماعة الإخوان المسلمين التي تتاجر بالدين لأهداف سياسية.ইসলামী শরিয়ার উদ্দেশ্যের ভিত্তিতে, যারা মুসলিম ব্রাদারহুডে যোগদান করবে আমরা তাঁদের ​​অপরাধী হিসেবে চিহ্নিত করব।
15- سلطان الفيفي (@SultanAlfifi) February 3, 2014কারণ, তাঁরা রাজনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য ধর্ম ব্যবসা করে।
16ونشر المغرد عبدالله العُولة عنوانًا رئيسيًا يعود لعام 1960 عندما كانت السعودية تدعم جماعة الإخوان المسلمين ضد النظام القومي في عهد جمال عبد الناصر. العنوان يقول: “الأمير فيصل: الإخوان أبطال جاهدوا في سبيل الله بأنفسهم وأموالهم.”টুইটার ব্যবহারকারী আবদুল্লাহ আল আওলাহ ১৯৬০ সালের একটি সংবাদপত্রের শিরোনাম পোস্ট করেছেন, যখন সৌদি আরব মিশরে গামাল আবদেল নাসের এর জাতীয়তাবাদী শাসনের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডকে সমর্থন জানিয়েছিল।
17#أمر_ملكي_بعقوبات_أصحاب_التيارات_والأحزاب_والفتنة يعني إلّي يقول زي كذا حيعاقب: pic.twitter.com/o9ZveBVKnZশিরোনামটিতে বলা হয়েছেঃ “প্রিন্স ফয়সাল: আল্লাহর ইচ্ছায় মুসলিম ব্রাদারহুড তাদের আত্মা এবং অর্থ দিয়ে লড়াই করছে।”
18- عبدالله يوسف العُولة (@Alawlah) February 3, 2014এর অর্থ হচ্ছে, যারা এই কথা বলবে তাঁদের ​​দণ্ডিত করা হবে।