Sentence alignment for gv-ara-20131022-31436.xml (html) - gv-ben-20131019-39519.xml (html)

#araben
1দূর্নীতির দায়ে অভিযুক্ত হলেন পেরুর কংগ্রেসম্যান মাইকেল আরটেকো
2মাইকেল আরটেকো, ফ্লিকারে পেরুর কংগ্রেসের ছবি।
3عضو كونجرس في بيرو متهم بالفسادক্রিয়েটিভ কমন্সের অধীনে (সিসি বাই ২.
4০) [অন্যকোনভাবে উল্লেখ করা ব্যতীত সবগুলো লিঙ্ক স্প্যানিশ ভাষার উৎসকে নির্দেশ করে]
5مايكل أرتيتشو، تصوير كونجرس جمهورية بيرو على فليكر، مستخدمة تحت رخصة المشاع الإبداعي النسبة الثانيةপেরুর কংগ্রেসম্যান মাইকেল আরটেকোকে অভিযুক্ত করা হয়েছে।
6অন্যান্য অভিযোগের মধ্যে আছে, কংগ্রেস কর্মচারীদের বেতনের একটি বড় অংশ নিজের পকেটে ঢুকানো, অক্ষমদের জন্য হুইলচেয়ার কেনার জন্য প্রদত্ত অনুদানের হিসাবে গড়মিল করা, মিথ্যাচারিতা এবং খরচের রসিদগুলোর অদলবদল (এবং বিভিন্ন “ভূতুড়ে কোম্পানিকে” টাকা পরিশোধ) করা ইত্যাদি।
7তিনি দ্রুত তাঁর অর্থ-সম্পদ বাড়াতে এসব ভূতুড়ে কোম্পানিকে টাকা দিয়েছেন, যা কোম্পানিগুলো আবার তাঁকে ফেরত দিয়েছে।
8اتُهم مايكل ارتيتشو عضو كونجرس بيرو بعدة اتهامات من بينها التحفظ على نسبة كبيرة من رواتب عمال الكونجرس، وعدم الحفاظ على الاستمرارية في التبرعات بالكراسي المتحركة لذوي الاحتياجات الخاصة، وكذلك اتُهم بتزوير وتبديل إيصالات النفقات (والمدفوعات لشركات وهمية) بهدف الحصول على زيادة جذرية في مبلغ التعويض لاحقاً.নৈতিক কমিশন আরটেকোর বিরুদ্ধে যে নিয়ম তান্ত্রিক অভিযুক্তের নির্দেশ দিয়েছে গত সপ্তাহে কংগ্রেস তাঁর সাময়িক বরখাস্তকরণ এবং সেই নির্দেশটি মঞ্জুর করেছে। তিনি নিজেও কংগ্রেসে একসময় একই কমিশনের একটি অংশ হিসেবে কর্মরত ছিলেন।
9আরটেকোকে তাঁর পদ থেকে ১২০ দিনের জন্য বরখাস্ত করা হবে এবং চারটি অপরাধের জন্য তাঁকে নিয়মতান্ত্রিকভাবে শাস্তি প্রদান করা হবে।
10وقد وافق الكونجرس في الأسبوع الفائت على الطلب الموجه من مفوضية آداب المهنة وذلك بإيقاف أرتيتشو مؤقتاً عن العمل وتوجيه اتهاماً دستورياً بحقه، علماً بأن أرتيتشو قد سبق له العضوية في هذه المفوضية لدى الكونجرس.তাছাড়াও তিনি ন্যাশনাল সলিডারিটি [ইংরেজি] নামক একটি কেন্দ্রীয় অধিকার দলের সাথে জড়িত আছেন। দলটি বলেছে, যদি তাঁকে বরখাস্তকরণ মঞ্জুর করা হয় তবে এই কংগ্রেসম্যানকে তাঁদের দল থেকে বাদ দেয়া হবে।
11سيتم إيقاف أرتيتشو عن ممارسة مهامه مؤقتاً لمدة 120 يوماً وسيتم اتهامه دستورياً بأربعة جرائم.ইতোমধ্যে পেরুর বিভিন্ন প্রেসে গত দু'সপ্তাহ ধরে তাঁর কিছু নির্দিষ্ট মামলা উল্লেখ করা হয়েছে।
12كما أن جمعية التكافل الوطنية وهي حزب يمين وسط الذي ينتمي إليه أرتيتشو، قد صرحت بأنه كعضو كونجرس سيتم فصله في حال تمت الموافقة على إيقافه عن العمل.কংগ্রেস বরখাস্ত মঞ্জুর করায় এসব মামলাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা এই মামলাটি নিয়ে আলোচনা করছেন।
13أثارت موافقة الكونجرس الجدال على شبكات التواصل الاجتماعي حول هذه القضية خصوصاً أنها كانت متداولة في صحافة بيرو لمدة أسبوعين.কংগ্রেসে দুর্নীতিকে প্রতিরোধ করতে যা অনুমান করা হয়েছে, তাঁকে কেন্দ্র করে তাঁরা আলোচনা করছে।
14أخذ مستخدمي الإنترنت في مناقشة هذه القضية والتركيز بشكل أساسي على الفساد المستشري في الكونجرس، وعلى انعدام الأخلاق لدى أعضائه وعلى ضرورة وضع عقوبات تأديبية لهكذا قضايا.কংগ্রেসম্যানের ন্যায়পরায়ণতার অভাব এবং এই মামলাগুলোর ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার প্রয়োজনীয়তার কথা তাঁরা তাঁদের আলোচনাতে উল্লেখ করেছেন।
15وفيما يخص هذا الموضوع، علق ماريو س روسينا على تويتر:মারিও সি. রোজিনা এই বিষয়টি নিয়ে টুইটারে মন্তব্য করেছেনঃ
16প্রজাতন্ত্রের কংগ্রেসে বহু বছর ধরে এ ধরনের অপরাধের রীতিনীতি চলে আসছে।
17إن قضية م.তাই এম.
18أرتيتشو على ما يبدو ليست إلا قمة في جبلٍ جليديٍ من الأعراف الإجرامية المتأصلة في كونجرس الجمهورية لسنوات عدة.আরটেকোর দুর্নীতির বিষয়টি যেন বরফখন্ডের একটি ক্ষুদ্র চূড়া বলে মনে হচ্ছে।
19وقد عبَر كارلوس فرانسيسكو هيريرا دياز عن شكوكه على فيسبوك:কার্লোস ফ্রান্সিসকো হেরেরা ডায়াজ ফেসবুকে তাঁর সন্দেহ প্রকাশ করেছেনঃ
20إن قضية أرتيتشو قد زادت الشكوك حول الكونجرس بشكل عام، لذلك فإنه من الخطأ أن لا تتبنى الإدارة، والتي تعرض قيادة نظيفة اليد، معايير تساعد على الحفاظ على مصداقية أعضاء الكونجرس.আরটেকোর এই মামলাটির কারনে কংগ্রেসের ছোট বড় সবার প্রতি সর্বোতভাবে সন্দেহের আঙ্গুল উঠেছে। যদি কোন প্রশাসন পরিষ্কার হাতে ব্যবস্থাপনা করার কথা প্রস্তাব করে, তবে সেটি একটি ভুল হবে।
21كما تتكهن باميلا (Pamelof@) بوجود أشكال أخرى من الإحتيال : يجب أيضاً معاقبة رجال أرتيتشو السابقين على تواطؤهم أو على الأقل يجب أن يثبتوا أنه قد تم خداعهم.কেননা এই প্রশাসন এমন কোন তত্ত্বাবধায়ন ব্যবস্থা নিশ্চিত করেনি, যা একজন কংগ্রেসম্যানের বিশ্বাস-যোগ্যতার ওপর আস্থা রাখতে সাহায্য করে।
22إذا ثبت تورط عضو الكونجرس في هذه الأفعال الموصوفة من قبل قانون بيرو بـ(تزوير عام، ثراء غير شرعي، واختلاس) فسيكون بانتظار أرتيتشو (الذي يعاني من نقص في التوتر العضلي) حكماً بالسجن لمدة 15 عاماً.পামেলা (@পামেলা) এক অন্য ধরনের বদমাশের কথা চিন্তা করেছেনঃ আরটেকোর সাবেক কর্মকর্তা কর্মচারীদেরকেও তাঁদের কুকর্মের অংশীদারিতার জন্য শাস্তি দেয়া উচিৎ।
23অথবা কমপক্ষে দেখানো উচিৎ যে তাঁদের সাথে প্রতারণা করা হয়েছে।
24যদি প্রমাণিত হয় যে কংগ্রেসম্যান এই ধারাগুলোতে (পেরুর আইন অনুযায়ী সাধারণ ভুলে ভরা বর্ণনা, অবৈধ সম্পদ বর্ধিতকরণ এবং গচ্ছিত ধন অন্যায়ভাবে আত্মসাৎকরণ মামলার আওতায় আনা হয়েছে) জড়িত ছিলেন, তবে আরটেকোর (তিনি মাসকুলার হাইপোটনিয়া [ইংরেজি] রোগে ভুগছেন) জন্য পনের বছরের কারাদণ্ডের রায় অপেক্ষা করছে।