Sentence alignment for gv-ara-20130325-29332.xml (html) - gv-ben-20130611-36785.xml (html)

#araben
1ديما الخطيب تتذكر هوجو شافيزহুগো শ্যাভেজকে স্মরণ করছেন দিমা আল খাতিব
2أحبه البعض وكرهه الآخرون، ولكن الرئيس الفنزويلي الراجل هوجو شافيز يحظى بمكانة خاصة في قلب الصحفية العربية ديما الخطيب.কেউ তাঁকে ভালবাসে, কেউবা ঘৃণা করে। কিন্তু ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ আরব সাংবাদিক দিমা আল খাতিবের মনে একটি বিশেষ জায়গা দখল করে আছেন।
3كان لديما، الصحفية السورية المولد كرئيس مكتب الجزيرة في أمريكا اللاتينية، علاقة قوية بشافيز خلال إقامتها لمدة 10 أعوام في كراكاس عاصمة فنزويلا.সিরিয় বংশোদ্ভূত ফিলিস্তিনের এই সাংবাদিক আল জাজিরার লাতিন আমেরিকা ব্যুরোর প্রধান হিসেবে ১০ বছর কারাকাসে থাকা অবস্থায় শ্যাভেজের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন।
4تكشف ديما، وهي حاليا تعمل بالتدريس في دبي، المزيد عن هذه العلاقة عبر سلسلة من التغريدات بعد وفاته في 5 مارس / أذار 2013.আল খাতিব বর্তমানে দুবাইয়ে শিক্ষকতা করছেন। তিনি শ্যাভেজের মৃত্যুর [৫ মার্চ, ২০১৩] পর থেকে টুইটের মাধ্যমে ধারাবাহিকভাবে এই সম্পর্কের ব্যাপারে অনেক কিছু প্রকাশ করেছেন।
5وبالإضافة إلى التغريدات، عادة ديما إلى الأستديو لتغطي سلسلة من الحوارات حول شافيز.টুইটের পাশাপাশি শ্যাভেজের কিছু সাক্ষাৎকার ধারাবাহিকভাবে প্রকাশ করতে তিনি স্টুডিওতে ফিরে গেছেন।
6تشرح ديما على تويتر:তিনি টুইটারে ব্যাখ্যা [আরবি] করেছেনঃ
7@Dima_Khatib: تعرفت على الراحل أوغو تشافس في سبتمبر أيلول ٢٠٠٢ في كاراكاس، أي قبل أكثر من ١٠ سنوات.@দিমা_খাতিবঃ ১০ বছরেরও বেশী আগে ২০০২ সালের সেপ্টেম্বর মাসে হুগো শ্যাভেজের সাথে আমার পরিচয় হয়েছিল কারাকাসে।
8أجريت معه ٥ لقاءات خاصة ورافقته في ترحاله حول العالمআমি তাঁর পাঁচটি অসাধারণ সাক্ষাৎকার নিয়েছি এবং সারা বিশ্বে তাঁর সাথে ভ্রমণ করেছি।
9وتضيف:তিনি আরো যোগ করেছেনঃ
10@Dima_Khatib: #ذكريات_تشافس كنتُ الصحفية الأجنبية الوحيدة، وأحياناً حتى الصحفية الوحيدة على الإطلاق التي كانت ترافق تشافس في ترحاله داخل فنزويلا وخارجها@দিমা_খাতিবঃ ভেনেজুয়েলা এবং দেশের বাইরে শ্যাভেজের সফরসঙ্গী হিসেবে আমি ছিলাম একমাত্র বিদেশি সাংবাদিক। মাঝে মাঝে সাংবাদিক হিসেবে কেবল আমিই থাকতাম।
11ثم تقول:এবং আরো বলেছেনঃ
12@Dima_Khatib: #ذكريات_تشافس كلما رآني كان يقول : السلام عليكم ، بالعربية@দিমা_খাতিবঃ যখনই তাঁর সাথে আমার দেখা হতো, তিনি আরবিতে বলতেন, আল সালাম আলাইকুম (অভ্যর্থনাঃ আপনার উপর শান্তি বর্ষিত হোক )।
13يتذكر الكثيرون قربها من شافيز، حيث غردت الصحفية التونسية “تونسية حرة”:শ্যাভেজের সাথে খাতিবের ঘনিষ্ঠতার কথা অনেকেই স্মরণ করেছেন।
14@tounsiahorra: تذكرت لقاءكما انت وشافيز في مقر الجزيرة….তিউনিসিয়ার সাংবাদিক তউনসিয়াহোরা টুইট করেছেনঃ
15@তউনসিয়াহোরাঃ আল জাজিরার সদরদপ্তরে [কাতারের দোহায়] আপনার সাথে শ্যাভেজের সাক্ষাতের কথা আমার মনে আছে।
16ذلك الود والبساطة التي جمعتكما.আপনাদের সাথে যুক্ত হয়েছিল বন্ধুত্ব ও সরলতা।
17الصحافية والزعيم جنبا الى جنب دون بروتوكولاتকোনরকম প্রোটকল ছাড়াই সাংবাদিক এবং নেতা পাশাপাশি বসেছিলেন।
18تشاركنا ديما الكثير من المعلومات حول شافيز على تويتر، ذلك الحساب الذي حاز على شعبية واسعة أثناء الثورات العربية، ثم تسأل:খাতিব তাঁর টুইটার একাউন্টে শ্যাভেজের সম্পর্কে কিছু টুকিটাকি তথ্য শেয়ার করেছেন, যা আরব গণজাগরণের সময় খুব জনপ্রিয় হয়েছিল। তিনি জিজ্ঞাসা করেছেনঃ
19من كان يتوقع أن يظل فيدل كاسترو على قيد الحياة .. ويذهب هوجو شافيز؟@দিমা_খাতিবঃ কে ভাবতে পেরেছিল যে ফিদেল ক্যাস্ট্রো বেঁচে থাকবেন…এবং হুগো শ্যাভেজ চলে যাবেন ?
20ديما الخطيب متحدثة إلى الجزيرة عن شافيز بعد وفاته.মঙ্গলবার শ্যভেজের মৃত্যুর পর তাঁর সম্পর্কে আল জাজিরাতে দিমা আল খাতিব কথা বলছেন।
21تصوير ديما على إنستاجرام.খতিবের ইন্সট্রাগ্রাম থেকে নেওয়া ছবি।
22ورداً على سؤال إذا كان الفنزويليون يحبونه، ردت ديما:ভেনেজুয়েলার জনগণ কি আসলেই তাঁকে ভালবাসতো কিনা, এই প্রশ্নের উত্তরে খাতিব বলেছেনঃ
23يحبه الكثيرون، ولا يحبه البعض الآخر.@দিমা_খাতিবঃ অনেকেই ভালবাসত। অন্যরা বাসত না।
24ولكنه بلا شك ذو شعبية.কিন্তু হ্যাঁ, তিনি খুব জনপ্রিয় ব্যক্তি ছিলেন।
25بإمكانك أن تحبه أو تكرهه.আপনি তাঁকে ভালবাসুন অথবা ঘৃণা করুন।
26الوضع مستقطب جداً.খুব মেরুকরণ প্রবণতা।
27وفي تغريدة أخرى، تفكر ديما إذا كان العرب مستقتطبون أيضاً في رأيهم تجاهه، تقول مفسرة:আরবরাও যে তাঁদের মতামতের দিক থেকে মেরুকরণ করছেন তা অন্য একটি টুইটে তিনি অবাক হয়েছেন বলে প্রকাশ পেয়েছে। তিনি কারন দেখিয়েছেনঃ
28@Dima_Khatib: نعم أعرف ..@দিমা_খাতিবঃ জী, আমি জানি।
29نحن العرب محتارون ..আমরা আরবেরা খুব দ্বিধান্বিত।
30نحزن أم لا نحزن على رحيل تشافس؟..আমরা কি শ্যাভেজের মৃত্যুতে দুঃখী হব নাকি হবো না ?
31هو دعم فلسطين كما فعل قليلون في عصرنا، ثم لم يدعم الثورات العربيةএসময়ের খুব অল্প মানুষের মতো তিনি ফিলিস্তিনকে সমর্থন করেছেন। কিন্তু আবার আরব গণজাগরণকে সমর্থন করেননি।
32تناقش ديما مدى احتمالية كتابتها لمذكراتها مع شافيز في كتاب:শ্যাভেজের সাথে তাঁর স্মৃতিগুলো নিয়ে একটি বই লেখার ব্যাপারে তিনি দ্বিধান্বিত।
33@Dima_Khatib: قد أكتب يوماً ما عن تجاربي مع تشافس .. والأحاديث التي دارت بيني وبينه عن قضايا كثيرة ..@দিমা_খাতিবঃ হয়তোবা একদিন আমি শ্যাভেজের সাথে আমার অভিজ্ঞতা এবং বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের মধ্যকার কথোপকথন সম্পর্কে লিখবো…১০ বছরেরও বেশী সময়…এবং হয়তোবা আমি লিখবো না।
34على مدى عشر سنوات ..
35وقد لا أكتب ..সত্যই আমি জানি না।
36لا أعرف صراحة