# | ara | ben |
---|
1 | “أخذتوهم أحياء، نريد عودتهم أحياءǃ” المكسيكيون في مدينة أيوتثينابا | “জীবিত অপহৃত” শিক্ষার্থীদের সুস্থ অবস্থায় ফিরে পেতে চায় মেক্সিকানরা |
2 | | গত ৮ অক্টোবর, ২০১৪ তারিখে মেক্সিকো সিটিতে আয়টজিনাপা শিক্ষার্থীদের গুমের বিরুদ্ধে ১৫,০০০ প্রতিবাদকারীদের বিক্ষোভ সমাবেশ। |
3 | صورة منشورة على تويتر من قبل @TuiteraMx | ডেমোটিক্স। |
4 | عمت المقاطعة الاتحادية وعاصمة الولايات المتحدة المكسيكية مسيرة ضخمة قام بها المجتمع المدني في احتجاج على اختفاء عشرات الطلبة من مدرسة للمعلمين في مدينة أيوتثينابا الواقعة في ولاية غيريرو. | মেক্সিকোর গুয়েরেরো উপকূলীয় অঙ্গরাজ্য থেকে গত ৮ অক্টোবর, বুধবারে কয়েক ডজন আয়টজিনাপা শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। এই অপহরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার লোক মেক্সিকো সিটিতে বিক্ষোভ করেছেন। |
5 | وفقا لما قيل سابقًا، زاد قلق أسر الطلبة المختفين بعد العثور مؤخرًا على 28 جثة مجهولة الهوية في حفر سري في الجنوب الغربي لولاية غيريرو. | অপহৃতদের পরিবারগুলো এ সপ্তাহে নিদারুণ মানসিক যন্ত্রণা ভোগ করেছেন। কারন এ সপ্তাহে গুয়েরেরোর দক্ষিণ-পূর্ব অঞ্চলে একটি গোপন গণ কবর থেকে কর্তৃপক্ষ ২৮টি মৃতদেহ (এখনও শনাক্ত না হওয়া) উদ্ধার করেছে। |
6 | وتجدر الإشارة إلى تردد بعض الأخبار من هذا النوع، خاصة بعد مجازر مدينة سان فيرناندو. | অত্যন্ত দুঃখের বিষয়, এ ধরনের খবর মেক্সিকোতে একেবারে নতুন নয়। বিশেষকরে দুইটি সান ফারনান্দো নৃশংস হত্যার ঘটনা ঘটার পর এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। |
7 | | এখনও যেসব শিক্ষার্থী জীবিত আছেন তাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা। |
8 | يطالب المحتجون بعودة جميع الطلبة المختفين على قيد الحياة. | আর যারা বেঁচে নেই তাদেরকে অবশ্যই খুঁজে পাওয়া যাবে। বিক্ষোভকারীরা এমনটাই বলেছেন। |
9 | خرج الناس الى شوارع المقاطعة الاتحادية للمطالبة بالعدالة وشاركوا بتعليقات وصور عبر تويتر: | সারাদেশ জুড়ে জনগণ রাজপথ দখল করে রাখার কারণে মেক্সিকোর নেটিজেনরা এই প্রচারাভিযান নিয়ে টুইটারে আলোচনা করেছেন। |
10 | المستخدمة تانيا شاركت بالصورة التالية منذ نقطة بداية المسيرة: | প্রতিবাদস্থল থেকে ব্যবহারকারী তানিয়া নিচের ছবিটি তুলে পোস্ট করেছেনঃ |
11 | الملاك يحس أيضاً بالأخوة والسخط. | এঞ্জেলে আপনি ভ্রাতৃত্ব এবং ক্ষোভ অনুভব করতে পারবেন। |
12 | وقالت تويتيرامكس ل13 ألف من المتابعين حول القضية: | [দ্রষ্টব্যঃ মেক্সিকো সিটিতে স্বাধীনতার এঞ্জেল অত্যন্ত স্বীকৃত একটি স্থান। |
13 | لاحدود للألم بعد اختفاء الطلبة. | এটি যেকোন উৎসব উদযাপন এবং প্রতিবাদ জানানোর এক আশ্রয়স্থলে পরিণত হয়েছে।] |
14 | ونشرت المستخدمة باو لمتابعيها مجموعة من الصور تظهر الاحتجاجات في مدن مختلفة: | টুইটেরাএমএক্স একজন ব্যবহারকারী, যার টুইটারে ১৩,৬০০ অনুসারী রয়েছে। তিনি ঘোষণা দিয়েছেনঃ |
15 | هناك احتجاجات في ألمانيا والنرويج والأرجنتين وبوليفيا. | “নরমালিস্টাস”দের [শিক্ষণ শিক্ষার্থী] গুম হওয়ার যন্ত্রণা অবর্ননীয়। |
16 | | বিভিন্ন শহরে পালিত প্রতিবাদ কর্মসূচী তুলে ধরতে টুইটার ব্যবহারকারী পাউ ছবিগুলো শেয়ার করেছেনঃ |
17 | | আয়টজিনাপা শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচারের দাবিতে জার্মানি, নরওয়ে, আর্জেন্টিনা এবং বলিভিয়াতে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে। |
18 | من جانبه وصف موريثيو توريس ما وقع في مقدمة المسيرة: | আমরা সবাই আয়টজিনাপা। মাউরিসিও টরেস প্রতিবাদ কর্মসূচীতে দৃশ্যটি বর্ননা করেছেনঃ |
19 | يسير الآباء في مقدمة المسيرة، حاملين أشياء شخصية تعود للطلبة الـ 43 المختفين. | বাবা মায়েরা সামনের সারিতে একটি ব্যানার হাতে ধরে হেঁটে যাচ্ছেন। ব্যানারে গুম হওয়া ৪৩ জন তরুণ শিক্ষার্থীর মুখ। |
20 | وأشار جوردي م. | র্যালীতে জনসমাগম দেখে জর্ডি এম. |
21 | ي. | ওয়াই. |
22 | إلى مشاركة أكبر للمواطنين: | বেশ মোহিতঃ |
23 | حقًا إنها مسيرة كبيرة ومؤثرة. مازال يتوافد المزيد إلى ساحة ريفورما. | আয়টজিনাপাদের আয়োজিত প্রতিবাদ কর্মসূচীটি বেশ বড় আকারে পালন করা হচ্ছে এবং এতে আমি মোহিত। |
24 | وجاء الدعم أيضا للمسيرة من العاصمة الأرجنتينية بوينوس أيريس: | আরও অনেক সংগঠন রিফর্মাতে [মেক্সিকো সিটির অন্যতম একটি প্রধান রাজপথ] এসে জড়ো হয়েছেন। |
25 | تضامن في السفارة المكسيكية في العاصمة الأرجنتينية بوينوس أيريس. | বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা থেকেও লোকজন এই প্রতিবাদ কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়েছেনঃ |
26 | لخص الدكتور جون م. أكيرمان الحراك الناتج عن اختفاء الطلبة على الشكل التالي: | আয়টজিনাপাঃ মেক্সিকোতে অবস্থিত বুয়েন্স আয়ার্স এবং আর্জেন্টিনা দূতাবাসের সংহতি প্রকাশ। |
27 | خرج الآلاف من الأشخاص الى الشوارع للمطالبة بالعدالة، بالإضافة لمشاركة كبيرة من المجتمع والشرطة ووزارة التربية والتعليم. | শিক্ষার্থীরা অপহৃত হওয়ার পর থেকে এ পর্যন্ত যেসব বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে সেগুলোর মূল কারন বর্ননা করেছেন ডাঃ জন এম. একারম্যানঃ |
28 | يمكن تتبع تفاصيل مسيرة 8 أكتوبر/تشرين الأول 2014، بالإضافة الى الأحداث القادمة، في شبكات التواصل الاجتماعي من خلال الوسوم: | মৃতদের জন্য ন্যায়বিচারের দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছেন। তাঁর সাথে সাথে তারা সমাজের জন্য রাজনৈতিক এবং শিক্ষা ক্ষেত্রে কিছুটা বাড়তি ভূমিকাও পালন করছেন। |
29 | | ৮ অক্টোবর তারিখে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচী সম্পর্কে আরও কিছু জানতে এবং এ ঘটনার সর্বশেষ আপডেট জানতে আপনি #আয়টজিনাপা, #আয়টজিনাপাস্পম্পসটডস, #জাস্টিসিয়াপারাআয়টজিনাপা এবং #আয়টজিনাপাদেরজন্যন্যায়বিচার শিরোনামের হ্যাশট্যাগগুলো অনুসরণ করুণ। |
30 | Ayotzinapa# و AyotzinapaSomosTodos# و JusticiaParaAyotzinapa# و JusticeForAyotzinapa#. | |