Sentence alignment for gv-ara-20120131-18049.xml (html) - gv-ben-20110629-18417.xml (html)

#araben
1ليبيا: صور من الفترات التاريخية الثرية والرائعةলিবিয়া: সমৃদ্ধ, প্রাণবন্ত এবং ঐতিহাসিক সময়ের ছবি
2هذا المقال جزء من تغطيتنا الخاصة عن ثورة ليبيا 2011.এই পোস্টটি লিবিয়ার গণজাগরণ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3বৃটিশ সার্জন এবং মানবতাবাদী এক লেখক, আমাল আল-লিব্বি ছদ্মনামে লিখে থাকেন।
4তিনি স্মৃতিকাতর হয়ে তার টুইটার একাউন্টে পুরোনো কিছু ছবি প্রকাশ করেছেন।
5قام الجراح البريطاني الليبي الذي يكتب تحت اسم مستعار امال الليبي بالحنين إلى الفترات السابقة ونشر بعض الصور القديمة من زياراته السابقة لليبيا على حسابه على تويتر،@libyansrevolt، لعرض ليبيا التي يتذكرها.এর আগে বিভিন্ন সময় লিবিয়ায় বেড়াতে যাবার সময় তিনি এ সব ছবি তুলেছিলেন। @লিবিয়ানসরিভোল্ট নামক তার টুইটার একাউন্টে প্রকাশ করা এ সব ছবি তিনি যে লিবিয়াকে স্মরণ করেন, তাকে তুলে ধরছে।
6نظرة على بعض الصور القديمة لليبيا من زيارات سابقة@ লিবিয়ানসরিভোল্ট : এর আগে বিভিন্ন সময়ে #লিবিয়া ভ্রমণে তোলা ছবি…
7قوس ماركوس اوريليوس ليلاً في طرابلس القديمة.রাতের বেলা পুরোনো ত্রিপলিতে অবস্থিত মার্কাস আউরেলিয়াসের খিলান।
8الصورة بواسطة @libyansrevolt.ছবি @লিবিয়ানসরিভোল্ট-এর।
9بدأ بصور المدينة الساحلية طرابلس - صور تُظهر أسواق المدينة حيث بائعي الخضروات والفاكهة منتشرين على جانبي الطريق، صانعي النحاس في الأزقة أو “الزنجات” في المدينة القديمة، وحتى بائعي بيض النعام.ত্রিপলির উপকূলীয় এলাকা দিয়ে তিনি তার ছবির যাত্রা শুরু করেছেন- তার ছবি শহরের বাজারকে তুলে ধরছে, যেখানে রাস্তার পাশে সব্জি বিক্রেতারা বসে আছে। ছবিতে দেখা যাচ্ছে ঝালাইকার, যারা “জাঙ্গাস” নামে পরিচিত তারা পুরোনো শহরের গলিপথে বাস করছে।
10এমনকি যারা উট পাখির ডিম বিক্রি করছে এখানে তাদের ছবিও রয়েছে।
11بالإضافة إلى ذلك، يشارك صور أخرى تعرض الجانب التاريخي للمدينة، مثل قلعة السراي الحمراء العثمانية التي تقع في المدينة القديمة في طرابلس، وبها متحف قومي يتميز بطابع معماري روماني، به صور بالفسيفساء ومنحوتات.এ ছাড়াও, তিনি আরো কিছু ছবি প্রদর্শন করেছেন যেগুলো শহরের ঐতিহাসিক বিষয়বস্তুকে তুলে ধরছে, যেমন উসমানিয়া সাম্রাজ্যের প্রাসাদ আল-সারাইয়া আল-হামরা (লাল প্রাসাদ), এই প্রাসাদটি পুরোনো ত্রিপলি শহরে অবস্থিত, এবং এটি এখন রোমান স্থাপত্য, মোজাইক এবং ভাস্কর্যের এক জাতীয় সংগ্রহশালা।
12صور أخرى تظهر لافتات تحية للقذافي في كل أنحاء المدينة، ميدان الشهداء، الذي غير القذافي أسمه بعد ذلك إلى الميدان الأخضر.তার অন্য কিছু ছবিতে দেখা যাচ্ছেগাদ্দাফিপন্থী স্লোগান আর ব্যানার-এর দৃশ্য, যা সারা শহর ভরে আছে, ছবিতে দেখা যাচ্ছে শহীদ চত্বর, পরে গাদ্দাফি যার নাম সবুজ চত্বর করে ফেলে।
13طبق شهير في ليبيا مشابه للهاجس الحار.অউসবান, লিবিয়ার এক বিখ্যাত রান্না।
14এটি অনেকটা হ্যাগিস নামে পরিচিত মসলাদার ভেড়ার মাংসের মত এক রান্না।
15تصوير @libyansrevolt.ছবি @লিবিয়ানসরিভোল্ট-এর।
16بعد ذلك ذهب إلى لبدة الكبرى، التي كانت مدينة شهيرة للإمبراطورية الرومانية، وتقع أطلالها في مدينة الخمس، 130 كم شرق طرابلس، على الساحل حيث التقاء وادي لبدة مع البحر.এরপর তিনি লেপটিস মাগনার ছবি প্রকাশ করেছেন, এটি ছিল রোমান সাম্রাজ্যের এক অন্যতম শহর, এবং আল খুমাসের কাছে এখনো এর ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়, এটি ত্রিপলি থেকে ১৩০ কিলোমিটার দুরে, যেখানে ওয়াদি লেবদা সমুদ্র উপকূলের সাথে মিশেছে সেখানে অবস্থিত।
17ألتقت العديد من الصور للأطلال هناك:তিনি এই ধ্বংসাবশেষের অনেক ছবি তুলেছেন:
18كولوسيوم اللبدة الكبرى، علامة مشتركة في العديد من مدن البحر الأبيض المتوسط.লেপটিস মাগনা লিবডার কলোসিয়াম, ভূমধ্যসাগরীয় এলাকার অনেক শহরের এক সাধারণ চিহ্ন।
19تصوير @libyansrevolt.ছবি @লিবিয়ানসরিভোল্ট-এর।
20تعد مدينة اللبدة الكبرى إحدى المواقع التابعة لليونيسكو، وهذا ما يجعل امال ينصح الجميع بزيارة المكان إذا سافروا إلى ليبيا، كما يضيف: “إذا تم تدمير هذا المكان أو إتلافه فلابد أن يحاكم المسؤول أيا كان”.লেপটিস মাগনা হচ্ছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্যতম এক অংশ, আর এ কারণে যদি কেউ লিবিয়া ভ্রমণে যায়, তাহলে আমল তাকে এই এলাকাটি ভ্রমণ করার কথা বলছে, এবং এর সাথে সে যোগ করেছে : ” কেউ যদি এই সব এলাকার কোন প্রকার ক্ষতি করে তাহলে উক্ত ব্যক্তিকে সেই ক্ষতি পুরণ করতে হবে”।
21الجامع العتيق - يرجع تاريخة إلى 668 ق م.প্রাচীন এক মসজিদ-৬৬৮ সালে এটি বানানো হয়।
22تصوير @libyansrevolt.ছবি @লিবিয়ানসরিভোল্ট-এর।
23بعد ذلك قام بإضافة صور لمزرعة عمه، وللصحراء الليبية بكثبانها الرملية، وأشجار النخيل، والسدود، ومدن من الطمي من آلاف السنين.এরপর তিনি তার চাচার খামার , লিবিয়ার মরুভূমি, বালিয়াড়ি, তাল জাতীয় উদ্ভিদ, বাঁধ এবং হাজার বছরের পুরোনো মাটির শহরের ছবি প্রদর্শন করেছেন।
24واحة قبر عون في منتصف الصحراء الليبية.লিবিয়ার মরুভূমির মাঝে গাবেরউন নামক মরূদ্যান।
25حيث المياه مالحة أكثر من البحر الميت!এর পানি ডেড সি নামক হ্রদের পানির চেয়েও লবণাক্ত!
26كل ما عليك فعله أن تطفو!এখানে আপনি অনায়াসে ভেসে থাকতে পারবেন !
27تصوير @libyansrevolt.ছবি @লিবিয়ানসরিভোল্ট-এর।
28قصر الحاج، مخزن قديم للحبوب من داخل جبل نفوسة.জেবাল নাফুসার মাঝে অবস্থিত কাসর এলহাজ। এটি এক প্রাচীন শস্য সংরক্ষণাগার।
29تصوير @libyansrevolt.ছবি @লিবিয়ানসরিভোল্ট-এর।
30أخيرا، ذهب إلى جبل- برفقة مرشد محلي - حيث التقط صور لكهف فني قديم يعود تاريخه إلى ما بين 5,000 - 10,000 ق م.সবশেষে তিনি আমাদের এক স্থানীয় পর্বতে নিয়ে যান, যেখানে তিনি এক প্রাচীন গুহাচিত্রের ছবি প্রদর্শন করছেন। এই সব চিত্র যিশুখ্রিষ্টের জন্মের আগে ৫,০০০-থেকে ১০,০০০ বছরের পুরোনো।
31كما أضاف أنه يوجد العديد من الكهوف الفنية المزينة بالرسوم من العصور القديمة، خاصة في جبال أكاكوس، مع ذلك، وللأسف، تم إتلاف بعضها باستخدام الجرافيتي.তিনি এর সাথে যোগ করেন যে, এ রকম প্রাচীন সময়ের অনেক গুহাচিত্র রয়েছে, বিশেষ করে আকাকাস পাহাড়ে এ রকম অনেক চিত্র দেখতে পাওয়া যায়, তবে দুর্ভাগ্যজনক ভাবে, গ্রাফিতি নামক বিশেষ আঁকাআঁকির কারণে এর কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।।