Sentence alignment for gv-ara-20100722-6129.xml (html) - gv-ben-20100706-11640.xml (html)

#araben
1تعلن الأصوات العالمية عن الدعم المقدم من شبكة اميديارগ্লোবাল ভয়েসেসে ওমিদিয়ার নেটওয়ার্কের বিনিয়োগ সম্পর্কে ঘোষণা
2يسعدني الإعلان عن أن شبكة امیدیار قدمت دعماً مالياً لعمل الأصوات العالمية بمقدار 1.2 مليون دولار.আমি আনন্দের সাথে জানাচ্ছি যে ওমিদিয়ার নেটওয়ার্ক গ্লোবাল ভয়েসেস এর কাজের জন্য ১২ লক্ষ মার্কিন ডলারের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সহায়তা ঘোষণা করেছে।
3وامیدیار مؤسسة خيرية أنشأها مؤسس (eBay) پیر امیدیار وزوجته بام لتحسين حياة الناس عن طريق “تسخير قوة السوق”.ওমিদিয়ার নেটওয়ার্ক একটি দাতব্য সংস্থা যার প্রতিষ্ঠাতা ইবেইর (অনলাইন নিলাম সাইট) প্রতিষ্ঠাতা পিয়ের ওমিদিয়ার আর তার স্ত্রী প্যাম।
4يدعم امیدیار الكثير من المشاريع المعجبين بها بشدة - مؤسسة ويكيميديا، والمشاع الإبداعي، وأشاهدي، ومشروع Witness - ونتشرف أن نكون في نفس المنزلة مع منظمة MySociety للشفافية المنشأة في بريطانيا، ومجموعة The XYZ Show المهتمة بالسخرية السياسية.এই সংস্থাটি ‘বাজারের শক্তিকে আহরণ করে' মানুষের জীবনের উন্নতির জন্যে বিভিন্ন কাজে নিয়োজিত আছে। আমাদের পছন্দের বেশ কিছু সংস্থাকে ওমিদিইয়ার সমর্থন করেছে - উইকিমিডিয়া ফাউন্ডেশন, ক্রিয়েটিভ কমন্স, উশাহিদি, উইটনেস।
5صفحة الأصوات العالمية على موقع شبكة امیدیار ومن المعروف عن شبكة امیدیار أنها تدفع من تدعمهم إلى الثبات المالي، وهدف ذو أولوية تنظيمية عليا بالنسبة للأصوات العالمية.এবার আমরা বিশেষভাবে সম্মানিত এমন একটা ‘শ্রেনীর' কাতারে দাঁড়াতে পেরে যার মধ্যে আছে যুক্তরাজ্যে অবস্থিত জবাবদিহিতামূলক সংস্থা মাইসোসাইটি আর কেনিয়ার ব্যাঙ্গাত্মক রাজনৈতিক সমালোচক দল দ্যা এক্স ওয়াই জেড শো।
6জানা আছে যে ওমিদিইয়ার যাদের সহায়তা করে তাদেরকে অর্থনৈতিক স্থায়িত্বের দিকে ঠেলে দেয়, যে পথকে আমরা এরই মধ্যে সাংগঠনিক প্রাধান্য হিসাবে গণ্য করেছি।
7سنستعين بهذا الدعم لتوسيع قاعدة قرائنا على الإنترنت وزيادة عدد المشتركين بالبريد، وذلك للدخول في اتفاقيات مؤسسية (مثل شراكتنا مع رويترز ولا ستامبا - الجريدة الإيطالية) مع خمس شركاء جدد على الأقل بالإضافة إلى إنشاء محتوى أصلي باللغات الفرنسية والإسبانية مع اللغة الإنجليزية.ওমিদিইয়ারের বিনিয়োগকে কাজে লাগাতে আমরা পরিকল্পনা করছি অনলাইন আর ইমেইলের মাধ্যমে আমাদের পাঠকের সংখ্যা বাড়াতে, অন্তত পাঁচজন নতুন পার্টনারের সাথে সিন্ডিকেট চুক্তিতে পৌঁছানো (যেমন আছে লা স্ট্যাম্পা আর রয়টারের সাথে) আর ইংরেজী ভাষার সাথে সাথে ফরাসী আর স্প্যানিশ ভাষাতেও আমাদের মূল সংবাদ প্রকাশ করা শুরু করা।
8هذا الدعم سيساعدنا أيضاً في تقوية البنية التحتية اللازمة لإدارة فريقنا الدولي.ওমিদিয়ার থেকে অর্থ আসায় আমাদের যৌগিক আর আন্তর্জাতিক দলের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি সম্ভব হচ্ছে।
9يعيش محررونا ومساهمونا في كافة قارات العالم ما عدا القطب الجنوبي وفريق الإدارة متفرق في أنحاء العالم.গ্লোবাল ভয়েসেসের সম্পাদক আর সহযোগীরা এন্টার্কটিকা মহাদেশ ছাড়া প্রত্যেক মহাদেশে আছেন আর আমাদের ব্যবস্থাপনা দল বিশ্বব্যাপী ছড়িয়ে আছে।
10وبينما نحن محافظون على وجودنا على الإنترنت بدون مكاتب على أرض الواقع، نواجه عبر ذلك الالتزام العديد من التحديات الإدارية والعملية لمواصلة مشاركة وتضخيم الأصوات الآتية عبر صحافة المواطن في العالم أجمع.যদিও আমরা নীতিগতভাবে চাই কোন অফিস বা ফাইলিং ক্যাবিনেট ছাড়া একটি অন্তর্জাল সংস্থা গড়ে তুলতে, বাস্তবে আমাদের অনেক প্রশাসনিক সমস্যার মুখোমুখি হতে হয়। এগুলোর সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারব যে আমরা নাগরিকদের কণ্ঠ বিশ্বব্যাপী তুলে ধরতে পারছি।
11يعلم أي شخص عمل في المجال الغير ربحي كيف أن دعم هذا النوع من الأنشطة الغير مثيرة هو أصعب دعم يمكن الحصول عليه - وبالفعل نشكر شبكة امیدیار لجعل هذا الدعم لجميع أنشطة الأصوات العالمية وليس مشروع محدد.যে কেউ এই ধরণের অলাভজনক স্থানে কাজ করলে বুঝতে পারবেন যে এই ধরনের কম আবেদনময়ী কাজের জন্য অর্থ যোগাড় করা সব থেকে কঠিন কাজ। আমরা বিশেষভাবে খুশি যে ওমিদিয়ার আমাদের সংস্থায় অর্থ সহায়তা দিচ্ছে সামগ্রিকভাবে - নির্দিষ্ট কোন প্রকল্পভিত্তিক না দিয়ে।
12نحن جد متحمسون لهذا الحدث الجديد وللبدء في العمل مع أصدقائنا في شبكة امیدیار، بالأخص ستيفن كينج، مدير عام الدعم بالشبكة.এই নতুন খবরে আমরা খুব উত্তেজিত আর বিশেষ করে ওমিদিয়ার সংস্থায় আমাদের বন্ধুদের সাথে কাজ করতে পারার সম্ভাবনার করণেও, বিশেষ করে ওমিদিয়ারের ঊর্ধ্বতন বিনিয়োগ পরিচালক স্টিফেন কিং এর সাথে।
13وسنعلن في مرحلة مقبلة خلال هذا العام عن توسيع مجلس الإدارة بانضمام عضوين جدد، ستيفن كينج وعضو ثالث منتخب من قبل العالمين والمتطوعين معاً.এই বছরের শেষভাগে আমরা আমাদের বোর্ডে পরিচালক সংখ্যা দুই সদস্য বৃদ্ধি করব, যার মধ্যে আমাদের কর্মী হিসেবে স্টিফেন আর স্বেচ্ছাসেবীদের মধ্যে থেকে একজন থাকবেন।
14شكراً لشبكة امیدیار - ولكل داعمينا الرائعين - لجعل الأصوات عالمية مجتمعاً ممكناً.ওমিদিয়ারকে ধন্যবাদ- আর আমাদের চমৎকার সব শুভানুধ্যায়ীদের- যারা এই কমিউনিটিকে চালাতে সহায়তা করছেন।