Sentence alignment for gv-ara-20140806-34736.xml (html) - gv-ben-20140816-44517.xml (html)

#araben
1আন্দালুসিয়ার সংসদে গানের মধ্য দিয়ে প্রতিবাদ জানালেন তিন জন ফ্লামেনকো গায়ক
2شاهد الفلامنكو في برلمان الأندلس! لقطة مأخوذ عن فيديو لمجموعة FLO6x8 أثناء احتجاجها في البرلمان الأندلسيআন্দালুসিয়ার সংসদে ফ্লো৬এক্স৮ (FLO6x8) দলটির প্রতিবাদের ভিডিও এর স্ক্রিনশট।
3يعتبر اقليم الأندلس في الجنوب الإسباني موطنًا للفلامنكو، وهو نوع من الفن الشعبي المعروف بموسيقاه العاطفية ومغنيه المتمكنين والرقص الجذاب.দক্ষিণ স্পেনের অঞ্চল আন্দালুসিয়াতে ফ্লামেনকো শিল্পের প্রচলন রয়েছে। এটি লোকশিল্পের একটি ধারা।
4أغانيه تتحدث عن الحب والحب المفقود لكنك تجد أيضًا كلمات لأغاني تعبر عن الألم والفقر والحزن وهي مواضيع اختبرها الكثير من الأندلسيين في السنوات الأخيرة.এটি তাঁর আবেগময় সংগীত, বলিষ্ঠ গায়কী এবং প্রলুব্ধকারী নাচের জন্য পরিচিত। এসব গানের কলিতে ভালোবাসা এবং হারানো ভালোবাসার কথা বলা হয়েছে।
5في صراع مع مفاعيل الأزمة الإقتصادية المدمرة خلال السنوات القليلة السابقة قامت إسبانيا بتخفيضات مؤلمة في الإنفاق، المعروفة باجراءات التقشف، ما نتج عنه تضخم في أعداد الفقراء والعاطلين عن العمل في جميع أنحاء البلاد، لكن الضربة الأكثر إيلامًا كانت في الأندلس.শুধু তাই নয়, তাঁর সাথে সাথে ব্যাথা, দারিদ্রতা এবং দুঃখ নিয়েও গান লেখা হয়েছে। এমন সব বিষয় নিয়ে এই গানগুলো লেখা হয়েছে যা বর্তমান সময়ের অনেক আন্দালুসিয়ানবাসী তেমন ভালোভাবে জানেন না।
6গত কয়েক বছর ধরে স্পেন ধ্বংসাত্মক অর্থনৈতিক সংকটের সাথে সংগ্রাম করার কারণে রাষ্ট্রীয় ব্যয় বেদনাদায়কভাবে কমিয়ে আনা হয়েছে।
7সারা দেশ জুড়ে দরিদ্র এবং বেকার লোকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
8الاحتجاجات هناك شائعة، لكن مجموعة من الناشطين ابتكروا طريقتهم الأندلسية الفريدة بذلك.তবে আন্দালুসিয়াতে বিশেষভাবে এই প্রভাব পড়েছে।
9আন্দালুসিয়ানে প্রতিবাদ কর্মসূচী পালনের বিষয়টি খুবই সাধারণ একটি বিষয় হলেও, একটি দল অভিনব উপায়ে তাঁদের প্রতিবাদ জানিয়েছে।
10জুনের শেষ দিকে ফ্লামেনকো বিশ্বের সাথে যুক্ত একটি গ্রুপের তিনজন সক্রিয় কর্মী এই প্রতিবাদ জানায়।
11ففي أواخر شهر حزيران / يونيو، قام ثلاثة من أعضاء FBO6x8، وهي مجموعة من الناشطين القريبين من عالم الفلامنكو، بمقاطعة جلسة البرلمان الإقليمي أحدهم تلو الأخر عبر الغناء عن مواضيع البطالة والفساد والأزمات.গ্রুপটির নাম এফএলও৬*৮। তারা এক জনের পর একজন ফ্লামেনকো রীতিতে গান গেয়ে তাদের আঞ্চলিক সংসদ কার্যক্রমকে ব্যাহত করেছেন।
12তারা ফ্লামেনকো রীতিতে বেকারত্ব, দুর্নীতি এবং অর্থনৈতিক সংকট নিয়ে কথা বলেছেন।
13প্রতিবাদকারীরা গান গাইতে শুরু করার খুব অল্প সময়ের মধ্যে প্রতিবার দর্শক গ্যালারি থেকে তাদেরকে বের করে দেয়া হয়েছে।
14غنى كل منهم على التوالي في حين تم إخراجهم من القاعة واحدًا إثر الآخر.এ সময়ে এই প্রতিবাদটি প্রচার মাধ্যম ধারণ করে সম্প্রচার করে।
15حظي هذا الإحتجاج ببعض التغطية الإعلامية في حينه، ولاقى تسجيل الفيديو المعدّل رواجًا كبيرا على فيسبوك منذ نشره حيث وصل عدد المشاركات عليه لأكثر ٤٨٠٠٠ مرة.প্রতিবাদের একটি সংশোধিত ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়েছে। পোস্ট করার পর থেকে এ পর্যন্ত ভিডিওটি খুব দ্রুত ছড়িয়ে পড়েছে।
16شاهد التسجيل التالي للآداء وهو متوفر مع الترجمة الإنجليزية:এ পর্যন্ত ৪৮,০০০ বার তা শেয়ার করা হয়েছে।
17এই অভিনব প্রতিবাদ কর্মসূচীটির ভিডিও নিচে দেখতে পাবেন।
18انتقد المغني الأول قلة فرص العمل في إسبانيا مما اضطر العديد من الشباب على مغادرة البلاد بحثا عن عمل في مكان آخر:ভিডিওটির সংলাপ ইংরেজী ভাষায় অনূদিতঃ প্রথম শিল্পী স্পেনে কর্মসংস্থানের অভাব নিয়ে গান গেয়েছেন।
19متسول أو مهاجر هكذا تريد أن تراني متسول لوظيفة مقرفة بينما تسمنون من وظائفكم في تسريح العمال وتعملون جميعًا كأذناب للترويكا.কেননা কর্মসংস্থানের অভাবের কারণে অনেক তরুণ স্পানিয়ারডরা কাজের খোঁজে নিজ দেশ ছাড়তে বাধ্য হয়েছেনঃ ভিক্ষাবৃত্তি
20وفقًا لأحدث بيانات وكالة الإحصاء في الإتحاد الأوروبي (يوروستات)، يعد ثلثا الأندلسيين عاطلين عن العمل.যেভাবে আপনি আমাকে দেখতে চান অথবা যে কারণে আমি দেশান্তরিত হই।
21معدل الفقر في المنطقة التي تعتمد على الزراعة والسياحة بشكل أساسي ارتفع بنسبة ١١٪ بين عامي ٢٠٠٧ و٢٠١٢ حتى وصل إلى نسبة ٢٤.একটি জঘন্য কাজের খাতিরে যখন আপনারা সবাই বিশ্রাম নিয়ে নিয়ে মোটা হয়ে যাচ্ছেন।
22١٪، وهي واحدة من أعلى المعدلات في إسبانيا.আর আপনারা সবাই ত্রয়ীর চামচা।
23ইউরোপিয়ান ইউনিয়ন পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট এর দেয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দুই-তৃতীয়াংশ আন্দালুসিয়ান বর্তমানে বেকার।
24কৃষি এবং পর্যটন এ অঞ্চলের প্রধান দুইটি শিল্প।
25طلبت الأندلس العون من مدريد في أيلول / سبتمبر ٢٠١٢ لتصبح رابع إقليم يقوم بذلك.২০০৭ সাল থেকে ২০১২ সালের মাঝে এ অঞ্চলে দারিদ্রতা শতকরা ১১ ভাগ থেকে বেড়ে ২৪. ১ শতাংশে দাঁড়িয়েছে।
26إسبانيا التي حصلت على قبل أشر قليلة على حزمة إنقاذ بقيمة ١٢٦ مليار يورو من ما يسمى الترويكا صندوق النقد الدولي والمفوضية الأوربية والبنك المركزي الأوروبي - لإعادة رسملة القطاع المصرفي المتداعي لديها.দারিদ্রতা বৃদ্ধির এই হার স্পেনের অন্য যেকোন অঞ্চলের চেয়ে সর্বোচ্চ। আন্দালুসিয়া ২০১২ সালের সেপ্টেম্বর মাসে মাদ্রিদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে চেয়েছে।
27نظمت مجموعة FBO6x8 احتجاجات مماثلة داخل البنوك عبر الغناء بمرافقة آلة الغيتار والرقص.চতুর্থ অঞ্চল হিসেবে আন্দালুসিয়া এই আবেদন করে।
28আন্তর্জাতিক অর্থ তহবিল, ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে গঠিত তথাকথিত ত্রয়ী ১২৬ বিলিয়ন ইউরো পরিমাণ অর্থ স্পেনকে নিজস্ব প্রণোদনা প্যাকেজ হিসেবে দান করেছে।
29গত কয়েক মাস আগে তারা স্পেনকে এই অর্থ দিয়েছে রুগ্ন ব্যাংকিং খাতকে আবারও চাঙ্গা করে তুলতে।
30এফএলও৬*৮ গ্রুপটি ব্যাংকের ভেতরেও গান গেয়ে, নেচে এবং গিটার বাজিয়ে একই ধরনের একটি প্রতিবাদ কর্মসূচী মঞ্চস্থ করেছে।
31الق نظرة:তারই এক ঝলক দেখুনঃ
32تدعو المجموعة لإنشاء دستور جديد بمشاركة جميع الإسبان.গ্রুপটি স্পেনে একটি নতুন সংবিধান প্রণয়নের পক্ষে কথা বলেছে।
33وإلى حين يتم ذلك، فإنها تعد السياسيين: “سنتحدث في أي مكان عام تظهرون فيه وجوهكم الموقرة”.এমন একটি সংবিধান যেখানে সকল স্প্যানিয়ারডের অংশ গ্রহণ থাকবে।
34সেটি না হওয়া পর্যন্ত তারা রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দিয়েছেন যে “আপনারা আপনাদের শ্রদ্ধেয় মুখখানি যেসব জনাকীর্ণ স্থানে দেখিয়ে থাকেন, সেসব স্থানেই আমরা প্রতিবাদ জানাব”।