Sentence alignment for gv-ara-20070929-166.xml (html) - gv-ben-20071002-295.xml (html)

#araben
1ميانمار: اجتماعات للصلاة و الدعم في الدول المجاورةমিয়ানমারঃ প্রার্থনা আর পার্শ্ববর্তী দেশের সমর্থন
2ينشر المدون الكمبودي Mean Lux [إنكليزي] صور لاعتصام أقيم مقابل سفارة ميانمار في بنوم بنه , كمبوديا.ক্যাম্বোডিয়ার ব্লগার মিন লাক্স নম পেনে মিয়ানমার দুতাবাসের সামনে তাদের অবস্থান কর্মসূচীর ছবি পাঠিয়েছে।
3وقام مستخدمي Facebook بحمله القميص الأحمر من اجل بورما ليله الخميس وطالبوا رفقائهم بارتداء قمصان حمراء يوم الجمعة لدعم الرهبان في ميانمار.ফেসবুক ব্যবহারকারীরাও বৃহস্পতিবার বার্মার জন্য রেড শার্ট ক্যাম্পেন শুরু করেছে আর সাথী ফেসবুক ব্যবহারকারীদের আহ্বান করেছে যাতে তারা শুক্রবার মিয়ানমারের ভিক্ষুদের সমর্থনে লাল শার্ট পরে।
4আরো দেখুনঃ কেন সোপহিপ লাল গেঞ্জি পরেছে?
5اقر أو أيضا مقال بعنوان لماذا يرتدي Sopheap قميص احمر للمدونة Beth Kanter.(বেথ কান্টার) মালায়শিয়ার ব্লগার এলিজাবেথ ওয়োং কুয়ালালাম্পুরে ভিক্ষুদের সমর্থনে বিক্ষোভের কথা জানিয়েছেন।
6وكتبت المدونة الماليزية Elizabeth Wong عن مسيره تضامن في كوالالامبور, ماليزيا.(ছবি: এলিজাবেথ ওয়োং এর ব্লগ থেকে) প্রায় ২০০০ বার্মিজ আর মালয়শিয়ান এই বিক্ষোভে অংশগ্রহন করেছেন।
7اشترك 2000 بورمي وماليزي في مسيره احتجاج لدعم الحركة الديمقراطية في بورما وللاحتجاج على مقتل الرهبان والمدنيين وصحفي.তারা বার্মায় গনতন্ত্রের দাবীতে আর ভিক্ষু, সাংবাদিক আর সাধারন জনগন হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন।
8كانت هذه أسرع مسيره تم تنظيمها حيث اتخذ المنظمين القرار في الساعة التاسعة.এখন পর্যন্ত এটিই লোক একত্র করার সব থেকে দ্রুত ও সফল উদ্যোগ, যেহেতু তার আগের দিন রাত ৯ টায় আয়োজকদের জানানো হয়েছিল।
9في سنغافورة يصف theonlinecitizen اجتماع للصلاة عقد في المعبد البورمي هناك.সিঙ্গাপুরে বার্মিজ মন্দিরের প্রার্থনার কথা জানিয়েছেন দ্যা অনলাইন সিটিজেন।
10لقد كانت الصلاة في ذكري الذين ماتوا في المظاهرات البورمية في الأيام الماضية.গত কয়েক দিনে যারা বামায় বিক্ষোভ করতে গিয়ে মারা গেছে তাদের স্মরনে এই বিশেষ প্রার্থনা ছিল।
11ساعدت طالبه بورميه في ترجمه فقره من الصلاة لي :” نصلي اليوم من اجل الذين فقدوا حياتهم في يانغون ، في المظاهرات الأخيرة.”একটি বার্মিজ ছাত্র প্রার্থনার একটি লাইন আমাকে অনুবাদ করে শুনিয়েছিলঃ ”আমরা ইয়াঙ্গুনে বিক্ষোভকালে সম্প্রতি যারা মারা গেছে তাদের জন্য প্রার্থনা করি।”
12كان الوضع أثناء الصلاة جدي حيث طالب الراهب المجتمع للصلاة من اجل السلام ومن اجل الذين قضوا نحبهم في الاحتجاجات.প্রার্থনার পরিবেশ গম্ভীর ছিল আর যে ভিক্ষু প্রার্থনা পরিচালনা করছিলেন তিনি সবাইকে শান্তির জন্য আর যারা মারা গেছে তাদের জন্য প্রার্থনা করতে বলেন।
13والتقى أيضا مع مواطن من ميامنار الذي شرح له أسباب المظاهرات.দ্যা অনলাইনসিটিজেন প্রার্থনার সময়ে কয়েকজন মিয়ানমারের নাগরিকের সাথে কথা বলেন।
14قال بان زيادة أسعار الوقود قي تموز كانت شراره لاشتعال شيء آخر كان يغلي تحت السطح بيت الناس في بورما.তাদের মত অনুয়ায়ী মিয়ানমারে বিক্ষোভের কারনঃ সে বলেছে যে জুলাই মাসে জালানি তেলের মূল্য বৃদ্ধি শুধুমাত্র নিয়ামক হিসাবে কাজ করেছে বার্মিজ জনগনের মনের মধ্যে দীর্ঘদিন ধরে যা ছিল তার অনুকূলে।
15كانت الزيادة الفتيل حيث كانت هناك أسباب معيشية أخري في ميامنار. السبب الآخر هو قسوة النظام.“ মূল্যবৃদ্ধি শুধুমাত্র খুঁচিয়ে দিয়েছে কারন আসলে মিয়ানমারে জীবন যাত্রার মান মূল বিষয় আর একটি কারন হচ্ছে শাসকগোষ্ঠির নির্মমতা।”