# | ara | ben |
---|
1 | إيران: القاء القبض على الكلاب (مرة أخرى) | ইরানঃ (আবারো) কুকুর গ্রেফতার করা শুরু |
2 | عادت قوات الأمن الإيرانية مرة أخرى لاستكمال سيناريو الأعمال الشائنة التي بدأت عام 2007 : القبض على الكلاب. | ইরানের নিরাপত্তা ২০০৭ সালের বিখ্যাত কাজের ধারাবাহিকতায় আবার রাস্তায় নেমে এসেছে; রাস্তার কুকুরদের ধরতে। এর আগের অভিযান অল্প সময় ধরে চলে এবং কুকুরদের দ্রুত ছেড়ে দেওয়া হয়। |
3 | استمرت الحملة الأخيرة لوقت قصير، وتم بعدها اطلاق سراح الكلاب. | ইরানের সংবাদপত্র অনুসারে, সম্প্রতি বেশ কিছু কুকুরকে ধরে অস্থায়ী এক জেলে পাঠিয়ে দেওয়া হয়। |
4 | وطبقا للصحف الإيرانية، فقد تم التحفظ على عدة كلاب ونقلهم “مؤقتاً في السجن”. | ইরানের সরকার কুকুর পোষাকেইসলাম পরিপন্থী বলে মনে করে, কিন্তু বেশিরভাগ সময় এই বিষয়টিকে তারা সহ্য করে থাকে। |
5 | تعتبر إيران العناية بالكلاب عادة غير إسلامية، ولكنها في الأغلب سمحت بها. | এটা সম্ভব হয়েছে কারণ, যারা সবচেয়ে বেশি কুকুর পোষে তারা ইরানের শহুরে এবং শিক্ষিত তরুণ। সম্ভবত কুকুরেরা, এখন আবারো সরকারি আক্রমণের শিকার হতে যাচ্ছে। |
6 | وربما يكون السبب أن أغلب المالكين للكلاب هم شباب إيران المتعلمين من المدينة، فعادت الكلاب تحظى بالعداء من قبل السلطات. | এনিমেল পার্সিয়ান ব্লগ হাস্যরস এবং পরিহাসের সাথে লিখেছেভবিষ্যৎ-এ, ইরানে পশুপ্রেমীদের কি কি ধরনের কাজ চরম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে [ফার্সী ভাষায়]: |
7 | نشرت أنيمال بيرجان "صورة تهكمية" حيث يلصق على مالك الكلب كلمة "مجرم" و الكلب "كأداة الجريمة" | এনিমেল পার্সিয়ান এক ছদ্ম অপরাধের দৃশ্যের ছবি পোষ্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে এক কুকুরের মালিকের গায়ে ‘অপরাধী' এবং তার কুকুরের গায়ে “অপরাধের যন্ত্রের” ছাপ মারা রয়েছে। |
8 | تكتب مدونة انيمال بيرجن بحس فكاهي و تهكمي حول الجرائم الثقيلة التي قد يتهم بها محبي الحيوانات في إيران في المستقبل [الفارسية]: تكتب مدونة آنتي هانتر [الفارسية] أن 39 عضواً من البرلمان الإيراني تقدموا بمشروع قانون لمنع الكلاب و”الحيوانات المؤذية” الأخرى من الشارع. | ১- সবসময় অ্যাপার্টমেন্টে একটা কুকুর রাখা ২- উদ্বাস্তু হিসেবে দুটি কুকুরকে আশ্রয় দেওয়া ৩- কুকুরের মালিকানার পক্ষে ফ্লায়ার বিতরণ করা ৪-কুকুরের নামে একটা ব্লগ তৈরি করা এবং কুকুর সম্বন্ধে লেখা পোস্ট করা ৫-কুকুর নিয়ে রাস্তায় হাঁটা ৬- প্রাণী বিশেষ করে কুকুরদের প্রতি সমর্থন করে ১৫টি টেক্সট মেসেজ পাঠানো ৭-কুকুর বিষয়ক তিনটি বইয়ের মালিক হওয়া ৮- সন্দেহ জনক ভাবে পশু চিকিত্সা কেন্দ্রে যাওয়া ৯- ছাত্রদের এক পার্টিতে কুকুরের ডাক নকল করা ১০- আপনার বাসায় (কারো) বাসায় কুকুরে খাবারের টিনের কৌটা আবিষ্কার করা। |
9 | وهم أيضاً يطلقون على اقتناء الحيوانات الأليفة “مضاهاة للغرب ومشكلة ثقافية إجتماعية”. ويقول المدون أنه في حالة الموافقة على هذا القانون المقترح، فإن مالكي الكلاب سيعاقبوا على الاحتفاظ بحيوانات يعتبرها الإسلام نجسة. | এন্টি হান্টার নামক ব্লগ লিখেছে [ফার্সী ভাষায়] যে ইরানী সংসদের ৩৯ জন সদস্য রাস্তায় কুকুর এবং অন্য ক্ষতিকর প্রাণীর উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারী করার জন্য এক আইন প্রস্তাব করেছে, আর পোষা প্রাণীর মালিকদের পশ্চিমের অনুসরণকারী এবং সামাজিক-সংস্কৃতিক সমস্যা বলে অভিহিত করেছে। |
10 | وتذكر أيضاً آنتي هانتر: من يحكم، وعلى أي أساس، إذا كان أي حيوان خلقه الله، ضار؟ | ব্লগার বলছে যদি সংসদ এই প্রস্তাব পাশ করে তাহলে পোষা প্রাণীর মালিকরা প্রাণী পোষার কারণে শাস্তি পাবে, যা ইসলামি মতে যথাযথ নয় বলে বিবেচিত হয়। |
11 | هل يمكن أن نتجاهل كل الخدمات التي يقدمها الكلب للناس؟ | |
12 | هل سأل هؤلاء الأعضاء للبرلمان رأي المختصين في علم النفس والإجتماع والأطباء البيطريين؟ | এন্টি হান্টার এছাড়াও বলছেঃ কারা এর বিচার করবে এবং কিসের ভিত্তিতে, যেখানে যে কোন প্রাণী স্রষ্টার জীব, সেখানে কি ভাবে তাকে ক্ষতিকর হিসেবে নির্ধারণ করা হবে? |
13 | ويكتب دارديساراي يك دامبيزيشك (مدونة متاعب الطبيب البيطري) [الفارسية] إنه يمكن أن نجد الصفات الحسنة للكلاب في كلمات الخليفة علي بن أبي طالب، الذي قال إن المؤمنين يستطيعون اقتنائهم. | এই সমস্ত সংসদ সদস্যরা কি সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী অথবা পশু চিকিত্সকদের বিশেষজ্ঞ মতামত নিয়েছে? দারদেসারায়ে ইয়েক ডাম্পেজেশক (এক পশু চিকিত্সকের সমস্যা) লিখছে [ফার্সী ভাষায়] যে ইমাম আলির কথা থেকে আমরা কুকুরের বিষয়ে ইতিবাচক কিছু পেতে পারি, যিনি বলেছিলেন, বিশ্বাসীরা তাদের ঘরে রাখার যোগ্য। |