# | ara | ben |
---|
1 | مخيم للناشطين الشبان حول العنف واللامساواة في قرجيزستان | কিরগিজস্তান নারী নির্যাতন এবং বৈষম্যের বিষয়গুলোকে তুলে ধরা |
2 | يقول الناس أن العنف يحدث في الخارج و في الشوارع المظلمة، إلا أن العنف كثيرًا ما يحدث في الأماكن التي يجدر بنا أن نحس فيها بالثقة والسعادة وهو عادة ما يتزايد سنة بعد سنة. | লোকেরা বলে নির্যাতন ঘরের বাইরে, অন্ধকার রাস্তায় সংঘঠিত হয়, কিন্তু আসলে নির্যাতন সেই সকল স্থানে সংঘঠিত হয় যেখানে আমরা আত্মবিশ্বাসী এবং নিজেকে সুখী অনুভব করি, যে সমস্ত ব্যক্তিকে আমরা জানি। বেশীর ভাগ নির্যাতনের ঘটনা আমাদের নিজেদের চার দেওয়ালের মাঝে ঘটে, এবং প্রতি বছর এ ধরনের ঘটনা আরো বেশী বেশী ঘটছে। |
3 | في سنة 2014، تطرقت ناشطات من قرغيزستان إلى موضوع العنف و توصلن إلى طرق جديدة لكشف حقيقة هذا الوضع في المجتمع. | কিরগিজস্তানের নারী একটিভিস্ট (গার্লস একটিভিস্ট অফ কিরগিজস্তান)নামক সংগঠন ২০১৪ সালে নির্যাতনের এই বিষয়টিকে গ্রহণ করেছে এবং সমাজের প্রকৃত পরিস্থিতি তুলে ধরার জন্য নতুন উপায় নিয়ে হাজির হয়েছে। |
4 | مخيّم الناشطين الشبان | তরুণ একটিভিস্ট শিবির |
5 | في نهاية شهر نوفمبر / تشرين الثاني 2014، قمنا بتنظيم مخيم للناشطين الشبان يرتكز على دعم المساواة بين الجنسين والصحة الانجابية والتضامن بين كل جماعات المجتمع، إضافة لحقوق الانسان وذلك لإعداد الشباب للمشاركة والتأثير في المجتمع. | নভেম্বরের শেষে আমরা একটি তরুণ একটিভিস্ট শিবিরের আয়োজন করি, যেখানে আমরা লিঙ্গীয় সমতা, প্রজননকালীন স্বাস্থ্য,সমাজের বিভিন্ন দলের মাঝে সংহতি এবং মানবাধিকারের প্রতি মনোযোগ প্রদান করি, যাতে এ সব বিষয়ে অংশগ্রহণ এবং সমাজকে প্রভাবিত করার ক্ষেত্রে তরুণদের প্রস্তুত করা হয়। |
6 | وقد افتُتح المخيم من قبل ناشطات من قرغيزستان و امتد من 28 نوفمبر/تشرين الثاني إلى 1 ديسمبر/ كانون الأول بمدينة بيشكك. | কিরগিজস্তানের নারী একটিভিস্টদের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয় এবং ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০১৪-এটি বিশকেকে অনুষ্ঠিত হয়। |
7 | وشارك بالمخيم 13 ناشطاً من محافظتين من قرغيزستان (هناك سبع محافظات في قرغيزستان). | কিরগিজস্তানের দুটি অঞ্চল (কিরগিজস্তানে সাতটি অঞ্চল রয়েছে) থেকে ১৩ জন এই শিবিরে অংশগ্রহণ করে। |
8 | في الأوّل من ديسمبر/ كانون الأول قمنا بتنظيم حركة “يوم الايدز العالمي” والذي يعتبر أيضاً موضوعاً هاماً يجدر بالناس أن يطلعوا عليه. | ডিসেম্বরের প্রথম দিনে আমরা “বিশ্ব এইডস দিবস” উপলক্ষে একটি কর্মসূচির আয়োজন করি, যা নাগরিকদের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় এবং যেটি সম্বন্ধে তাদের জানা প্রয়োজন। |
9 | إنه موضوع هام لأن مرض الإيدز يعد سببًا من أسباب التفرقة العنصرية، لذا يجب على الجميع أن يكونوا متسامحين تجاه الحاملين لهذا المرض. | এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে এইচআইভি/ এইডস লিঙ্গীয় বৈষম্যের এক কারণ হয়ে দাঁড়িয়েছে, আর নাগরিকদের এইচআইভি আক্রান্তদের প্রতি সহনশীল হতে হবে। |
10 | قرّرنا أثناء فترة التخييم أن ندعم حركة “هو من أجلها هي” وقمنا بعرض أعمال حول العنف القائم على النوع الجتماعي واللامساواة لنبيّن أن العنف موجود وأنه علينا أن نقوم بوضع حد له الآن. | এই শিবির চলাকালীন সময়ে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে নারীর জন্য পুরুষ (হিফরশি) আন্দোলনকে তুলে ধরার সিদ্ধান্ত গ্রহণ করলাম এবং নারী নির্যাতন এবং বৈষম্যের বিষয় ভিত্তিক কাজের এক প্রদর্শনীর আয়োজন করি এই বিষয়টি তুলে ধরার জন্য যে নির্যাতন ঘটছে এবং এই বিষয়ের এটিকে এখনই থামানো দরকার, আগামীতে নয়। |
11 | وتطرّقنا لموضوع السلامة والأمان باعتباره موضوعًا هامًا بالنسبة للناشطين. وبما أن نشاطنا يرتكزعلى منصّة رقمية تسعى إلى تنمية تجارب الفتيات في قرغيزستان فإن هذا الموضوع هو بغاية الأهمية بالنسبة لنا. | এর আগে, আমরা নিজেকে বাঁচানো এবং নিরাপদে থাকার বিষয় তুলে ধরি, কারণ সকল ধরনের কার্যক্রমে এটা একটা গুরুত্বপূর্ণ এবং যেহেতু আমাদের কার্যক্রম ডিজিটাল প্লাটফর্মে পাওয়া যাবে যেখানে কিরগিজস্তানের নারীদের কাহিনী তুলে ধরা হচ্ছে, সে কারণে এটা সত্যিকার অর্থে আমাদের জন্য প্রয়োজনীয়। |
12 | في بداية شهر نوفمبر/تشرين الثاني نظم خبير في السلامة المعلوماتية ورشة قدم لنا من خلالها نصائحا سنطلعكم عليها في المقال القادم. | নভেম্বরের শুরুতে, এক তথ্য বিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ আমাদের সামনে এক কর্মশালা উপস্থাপন করেন, যেখানে আমরা কিছু পরামর্শ লাভ করেছি, যা আমরা আগামী সংখ্যায় তুলে ধরব। |
13 | صور مأخوذة من قبل داريا كسماميتوفا. | ছবিগুলো তুলেছে দারিয়া কাসমামইয়াতোভা। |