Sentence alignment for gv-ara-20121216-27813.xml (html) - gv-ben-20121215-33883.xml (html)

#araben
1মিশর: রাষ্ট্রপতির প্রাসাদ প্রাচীরে দেওয়াল লিখন
2مصر: جرافيتي على جدران القصر الجمهوريমিশরে বিপ্লবী চেতনা চকচকে হয়ে উঠছে বলে মনে হচ্ছে।
3يبدو أن الروح الثورية في مصر محصنة ومحمية، وذلك بفضل الرئيس محمد مرسي المنتزع للسلطة - قراره الأخير الذي أعطاه سلطة واسعة لاتخاذ القرارات.ধন্যবাদ রাষ্ট্রপতি মোহাম্মদ মোর্সির ক্ষমতা দখলকে - তার সাম্প্রতিক সিদ্ধান্ত তাকে ব্যাপক সিদ্ধান্ত-নেওয়ার ক্ষমতা দিয়েছে। এই সিদ্ধান্ত দেশব্যাপী বিক্ষোভ উস্কে দিয়েছে।
4وقد أثار هذا القرار احتجاجات على مستوى البلاد، وأبرزها اعتصام أُقيم حول القصر الرئاسي.এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাষ্ট্রপতি প্রাসাদের চারিদিকে অনুষ্ঠিত একটি অবস্থান ধর্মঘট।
5يشارك المصور جوناثان رشاد، الذي استخدم كاميرته بنشاط لتوثيق الأحداث الكبرى منذ بداية الثورة المصرية، الصور التالية من الكتابة على الجدران التي تحكي القصة على حسابه على فليكر.মিশরীয় বিপ্লবের শুরু থেকে ক্যামেরার মাধ্যমে সমস্ত প্রধান প্রধান ঘটনা নথিবদ্ধ করা আলোকচিত্রশিল্পী জোনাথন রাশাদ নিচের ছবিগুলো ভাগাভাগি করেছেন, যেগুলো সেই গল্পটি বলছে তার ফ্লিকার অ্যাকাউন্টে।
6إليكم مجموعة مختارة:নির্বাচিত কয়েকটি এখানে দেওয়া হলো:
7جرافيتي على الجدران تصور الرئيس مرسي على أنه أخطبوط يسبح في بحر من الدم (تحت رخصة المشاع الإبداعي)দেওয়াল লিখনে রাষ্ট্রপতি মোর্সিকে একটি রক্তের সমুদ্রে সাঁতার কাটা একটি অক্টোপাস হিসেবে দেখানো হয়েছে। (সিসি বাই-এনসি-এসএ ২.
8“”ارحل يا خروف” في اشارة الى الرئيس مرسي، يشير إلى سلوك القطيع مثل جماعة الإخوان مسلمين (تحت رخصة المشاع الإبداعي)০) ‘ভেড়াদের ছাড়ো', মুসলিম ব্রাদারহুডের আচরণকে একটি পালের মতো ইঙ্গিত করে রাষ্ট্রপতি মোর্সিকে নির্দেশ করা হয়েছে। (সিসি বাই-এনসি-এসএ ২.
9‘ارحل يا اهبل' ‘باطل' (تحت رخصة المشاع الإبداعي)০) ‘চলে যাও, গাধা' ‘জারজ' (সিসি বাই-এনসি-এসএ ২.
10০) সামরিক পুলিশকে চিত্রায়ণ, মিশরের ক্রান্তিকালে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লংঘনের অভিযোগ করে (সিসি বাই-এনসি-এসএ ২.
11تصوير الشرطة العسكرية، المتهمة بارتكاب انتهاكات جسيمة لحقوق الإنسان ضد المتظاهرين خلال الفترة الانتقالية في مصر (تحت رخصة المشاع الإبداعي)০) প্রাসাদের সামনের অবস্থান ধর্মঘটটি আক্রান্ত হয়েছে ৫ই ডিসেম্বর তারিখে। এতে ৬ জন মারা যায় এবং আহত হয় আরো অনেকে।
12أسفر الهجوم الذي تعرض له الاعتصام أمام القصر يوم 5 ديسمبر/ كانون الأول عن 6 وفيات وجرحى أكثر من ذلك بكثير.মোর্সি সমর্থকদের হাতে মোর্সি-বিরোধী বিক্ষোভকারীদের অত্যাচারিত হওয়ার সাক্ষ্য-প্রমাণ পরবর্তীতে সামনে আসতে থাকে।
13بدأت شهادات من المعارضين لمرسي عن تعذيب المتظاهرين على أيدي أنصار مرسي تطفو على السطح في وقت لاحق.বিক্ষোভকারীদের সামনে এগিয়ে যাওয়া প্রতিরোধের জন্যে প্রাসাদের চারিদিকে বিভিন্ন রকম দেওয়াল তোলা হয়।
14وشيدت جدران وأسوار حول القصر لمنع المتظاهرين من الاقتراب.এসব দেওয়ালগুলিও দেওয়াল লিখন শিল্পীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
15استخدمها الفنانون للكتابة والرسم أيضا. ‘جدارك لن تحميك من ايدي الثوار' (تحت رخصة المشاع الإبداعي)”তোমার দেওয়াল বিপ্লবীদের হাত থেকে তোমাকে রক্ষা করবে না' (সিসি বাই-এনসি-এসএ ২. ০)