# | ara | ben |
---|
1 | | #ডিজেড ২০১৪, আলজেরিয়ায় প্রতারণা এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে এক হ্যাশট্যাগ |
2 | #DZ2014 وسم ضد التزوير والديكتاتورية في الجزائر | [উল্লেখিত লিঙ্ক ছাড়া সকল লিঙ্ক ফরাসী ভাষার] |
3 | | আলজেরিয়া এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে। |
4 | [جميع الروابط تؤدي للفرنسية ما لم ينص على خلاف ذلك.] | দেশটির ভবিষ্যৎ এখন বিপদের মুখে। ১৭ এপ্রিল-এ এই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। |
5 | | ১৫ বছর ধরে শাসন করার পরও দেশটির রাষ্ট্রপতি আবদেলআজিজ বুতাফ্লিকা আরো একবার উক্ত পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করে চতুর্থ দফা রাষ্ট্রপতি পদে নির্বাচনে দাঁড়িয়েছেন। |
6 | | তার এই ঘোষণাকে মোটেও স্বাগত জানানো হয়নি এবং অনেকে এই রাজনৈতিক উদ্দেশ্যের প্রতি তাদের বিরোধিতা তুলে ধরেছে। |
7 | تستعد الجزائر لانتخابات رئاسية تعتبر حاسمة لمستقبل البلاد، من المقرر عقدها في 17 أبريل/نيسان القادم. | সোশ্যাল নেটওয়ার্ক ও ওয়েবের মাধ্যমে এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত করা হয়। |
8 | | আর এর সকল কিছুর শুরু হয়, ২২ ফেব্রুয়ারি তারিখে ফেসবুকে, আলজেরিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজধানীর এক উপকণ্ঠ ও এলাকা বোউজারেহ-তে [ইংরেজী ভাষায়] আলজেরিয়া বিশ্ববিদ্যালয়ের [ইংরেজী ভাষায়] সামনে জড়ো হয়। |
9 | أعلن عبد العزيز بوتفليقة -بعد أن حكم البلاد لمدة 15 سنة- عن نيته الترشح مجددًا لولاية الرابعة على رأس النظام الجزائري. | প্রতিবাদকারীর স্লোগানে তাদের ক্ষোভ এবং রাগ প্রকাশিত হচ্ছিল। পরিবর্তনের প্রতি তাদের প্রবল ইচ্ছা তাদের দাবীর মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছিল। |
10 | أثار هذا الإعلان حفيظة الكثيرين على الشبكات الاجتماعية الذين عبروا عن معارضتهم لهذا المشروع السياسي. | কিন্তু বিক্ষোভ প্রদর্শন শুরু হতে না হতেই পুলিশ ওই সমস্ত বিক্ষোভকারীদের উপর হামলে পড়ে এবং গ্রেফতার করে। |
11 | بدأ كل شيء في فيسبوك. | এটি সমাবেশের উপর তৈরী করা একটি ভিডিও: |
12 | تجمع العديد من الشباب الجزائريين من مختلف المشارب في صباح 22 فبراير/شباط أمام جامعة الجزائر [العربية] في بلدة بوزريعة [العربية] التي تقع في الشمال الغربي لولاية العاصمة الجزائرية. | এই বিক্ষোভে অংশ নেওয়া এক মহিলা ব্যাখ্যা করছে কেন সে বুতাফ্লিকার চতুর্থ মেয়াদের বিপক্ষে: এর আগে ২০০৮ সালে, আমরা এটা আদৌও আশা করিনি [তৃতীয়বারের মত রাষ্ট্রপতি পদে বুতাফ্লিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা]। |
13 | عبرت شعاراتهم عن غضبهم وعكست مطالبهم للرغبة العميقة للتغيير. | তখন বিষয়টি বিস্ময়কর ছিল না যে সে সময় ঠিক তাই ঘটেছিল। |
14 | ولكن بمجرد أن بدأوا يتظاهرون ويلوحون بملصقاتهم وشعاراتهم المعادية للنظام الجزائري جاءت الشرطة وشددت عليهم الخناق وألقت القبض عليهم. | কিন্তু এবার, এমনকি চতুর্থবারের মত নির্বাচনের ইচ্ছা প্রকাশের ঘোষণা প্রদানের আগে, আমরা তাকে বলতে চেয়েছিলাম থামো। আমরা আর তোমাকে চাই না! |
15 | فيما يلي فيديو التجمع: | আলজেরিয়া একনায়কের দেশ না। |
16 | تفسر إمرأة ممن شاركوا في الحدث لما هي ضد الولاية الرابعة لبوتفليقة: | এটা এমন একটা দেশ যার ভিত্তি আইনের শাসন, আর আমরা সকলে সেই লক্ষ্যে কাজ করে যেতে চাই। |
17 | | আমিরা, ইদিয়ার, লেইলা এবং অন্যরা এই বিষয়ে নিশ্চিত ছিল যে বিক্ষোভের সময় পুলিশের সংখ্যা বিক্ষোভকারীদের ছাড়িয়ে যায়। |
18 | الجزائر ليست مملكة. | তারপরেও তারা সমবেত হতে থাকে। |
19 | غيَر عبد العزيز بوتفليقة الدستور عام 2008 دون استشارة الشعب الجزائري، هذه المرة نريد أن نقول له “توقف” لكي لا يذهب أبعد من ذلك. | তবে ঘটনাক্রমে, বিষয়টি ঘটুক বা না ঘটুক, তারা একই সাথে প্রমাণ করেছে যে আলজেরিয়ায় যে কোন গণতান্ত্রিক জমায়েত সম্ভব করাকে সামাজিক প্লাটফর্ম-এর মাধ্যমে করতে হবে। |
20 | أميرة وإدير وليلى وآخرون كانوا على علم أن الشرطة الجزائرية ستكون حاضرة بقوة في التجمع. | যখন প্রথম ফেসবুকে বিক্ষোভের আহ্বান জানানোর উদ্যোগ গ্রহণ করা হয় [আরবি এবং ফরাসী ভাষায়], তখন কেউ তাদের গুরুত্বের সাথে গ্রহণ করেনি। |
21 | في حين -بعلمهم أو لا- كانت المواقع الاجتماعية مراقبة بشدة من طرف الأمن الجزائري ولذلك تأكدوا أن أي محاولة تعبئة ديمقراطية أصبحت غير ممكنة إلا عبر العالم الافتراضي. | কিন্তু তারপর থেকে প্রতিদিন এই আহ্বানের প্রতি সমর্থন ক্রমশ বাড়তে শুরু করে। তাদের লক্ষ্য ছিল একটাই-৭৭ বছর বয়সী আবদেল আজিজ বুতাফ্লিকাকে চতুর্থ মেয়াদের জন্য না বলা। |
22 | لقي النداء عبر موقع فيسبوك تجاوبًا كبيرًا وتابعه العديد من الناس يومًا بعد يوم. | আলজেরিয়ার এই রাষ্ট্রপতি ১৯৯৯ সাল থেকে দেশটি শাসন করে আসছে। |
23 | أثار الترشح للولاية الرابعة للرئيس بوتفليقة -الذي يناهز 77 سنة ورئيس الجزائر منذ 1999- حفيظة الجزائريين بعد وعوده في خطاب سنة 2012 بإتاحة الفرصة للشباب. | তিনি এমন একজন রাষ্ট্রপতি যে কিনা ক্ষমতায় থাকার উপায় খুঁজছে, যদিও তিনি প্রতিশ্রুতি প্রদান করেছিলেন যে তরুণ নেতৃত্বের হাতে তিনি দেশের শাসন ক্ষমতা হস্তান্তর করবেন। |
24 | | ঘটনাক্রমে বুতাফ্লিকার আরো পাঁচ বছরের মেয়াদে ক্ষমতায় থাকার উদ্দেশ্যে নির্বাচনে অংশ নেওয়ার বিরোধিতা করে প্রতি সপ্তাহ আলজেরিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ আন্দোলন অনুষ্ঠিত হয়ে আসছে। |
25 | http://www.youtube.com/watch? v=nPH6iGiMfCc | সাইবার একটিভিস্টরা অন্য আরো অনেক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে। |
26 | وهكذا تم تأسيس الحركة الاحتجاجية التي تنظم كل أسبوع مسيرات أمام الجامعات الجزائرية في محاولة لوقف إعادة انتخاب بوتفليقة لـ 5 سنوات أخرى. | কিন্তু দাবীর প্রতি একাত্মতার মত এক চেতনার ক্ষেত্রে, এই সমস্ত প্রচেষ্টা #ডিজেড২০১৪ নামক হ্যাশট্যাগের অধীনে একত্রিত করা হয়েছে। |
27 | | এই হ্যাশট্যাগের মাধ্যমে নেট নাগরিকরা ফেসবুকের বিপুল সংখ্যাক পাতার সঙ্গে নিজেদের পুনরায় যুক্ত করতে পারবে যা তাদের ১৭ এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া আলজেরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনী সময়সূচী সম্বন্ধে তাজা সংবাদ জানাবে। |
28 | للتعبير أكثر عن الغضب الجزائري، تم تأسيس وتنظيم عدة مبادرات أخرى من طرف نشطاء الإنترنت، ولتوحيد جهود جميع من له نفس الإرادة وإطلاعهم على نحو أفضل تم انشاء الوسم #DZ2014 الذي يمكن من خلاله العثور على كافة المعلومات الأساسية عن الانتخابات الرئاسية المقبلة المقرر عقدها في 17 أبريل/نيسان في الجزائر. | ১,২,৩, উইন রায়া ইয়া সি, ডিজেড উইকিলিকস, এনভয়েস স্পেসুক্স আলজেরিয়ান, আন্টিচিটাডিজেড, আলজেরিয়ে ডিসকাশন, আলজেরিয়া ইলেকশন প্রেসিডেন্টিলে এই সমস্ত পাতা প্রাক নির্বাচনী প্রতারণার অভিযোগের বিরুদ্ধে লড়াই-এর এক মাধ্যমে পরিণত হয়েছে। কিন্তু ফেসবুক এবং টুইটার শুধু নতুন কোন সংবাদ উৎসের চেয়ে বেশী কিছু। |
29 | يسمح هذا الوسم للمستخدم بالوصول والإطلاع على صفحات فيسبوك التي تواكب أخبار سير الانتخابات. | এখানে হাস্যরস এবং ব্যাঙ্গাত্মক কিছুর মাধ্যমে অর্জন করা গতিশীলতাকে বেশ সফল করা সম্ভব। |
30 | | যেমন এর তাৎক্ষনিক উদাহরণ, রেডিও ট্রোট্রোইর পাতা-এর ফটো মন্তাজ, ঠাট্টা এবং উপহাস করা ভিডিওর কারণে সত্যিকার অর্থে জনপ্রিয় হয়েছে। |
31 | صفحات مثل: 1, 2, 3، win rayah ya Si ،DZ Wikileaks ،Envoyés Spéciaux Algériens ،Antichitadz Algérie Discussion ،Algérie Election Présidentielle ،Antichitadz Algérie Discussion ،Algérie Election Présidentielle التي أصبحت وسائل الإعلام الاجتماعية الحقيقية للتدقيق في أي حدث سياسي وتحليله. | এই ছবিটার নকশা করেছে কামেল লাবাইদ, যে যুক্তরাজ্যে বাস করা “আলজেরিয়ার একজন গ্রাফিক্স ডিজাইনার এবং চলচ্চিত্র নির্মাতা”, যা ফেসবুকে গণহারে ছড়িয়ে পড়েছে, তা আলজেরীয় হালকা রসিকতার এক উদাহরণ: এই ব্যঙ্গচিত্রের মানে হচ্ছে: তারা আপনাকে ভোট দিতে বলেছে? |
32 | لكن فيسبوك وتويتر أصبحا أكثر من مصادر للأخبار حيث تكون التعبئة الناجحة من خلال الفكاهة والسخرية. | চারটি না-এর মাধ্যমে এর উত্তর প্রদান করুন,চতুর্থ বারের মত ক্ষমতা অর্জন,বংশানুক্রমে ক্ষমতা হস্তান্তর,দূর্নীতি,ডাইনোসর। |
33 | على سبيل المثال صفحة Radio Trottoir شبكة راديو طروطوار [العربية] على فيسبوك أصبحت لها شعبية كبيرة من خلال الفكاهة لمواجهة النظام الجزائري. | চতুর্থ দফা রাষ্ট্রপতি হবার বিরোধিতায় যতটা সম্ভব বিক্ষোভকারী জড় করার ব্যাপারে ইউটিউবের বেশ ভালো ব্যবহার হচ্ছে। |
34 | هذه الصورة من تصميم Kamel Labiad (كمال لبيد) مثال على الكوميديا السوداء الجزائرية. | ইউটিউব ব্যবহারকারীরাও, তাদের নেতাদের কাছে জবাবদিহিতা দাবী করছে। |
35 | كما تم استغلال يوتيوب أيضًا من خلال نشر النشطاء الجزائريون لأشرطة فيديو تتصدى لزعمائهم فيما يواجهونهم ويطالبون بمسائلتهم. | এদের মধ্যে কয়েকজন এমনকি আব্দুল আজিজ বুতাফ্লিকার সাথে সরাসরি কথা বলেছে এবং তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে বলছে। |
36 | البعض تحدث مباشرة إلى عبد العزيز بوتفليقة وطلب منه الرحيل. | এই তরুণ আলজেরীয়রা তার কথায় পরাভূত হয়নি: |
37 | كما أدعى أحد الناشطين على يوتيوب بصوت عال: “حتى عبيد النظام يعارضون هذه الولاية الرابعة التي تهين الجزائر. | এমনকি এই শাসকের যারা কর্মচারী, তারাও বুতাফ্লিকার এই চতুর্থ দফা নির্বাচনের বিরুদ্ধে যা কিনা আলজেরিয়াকে আঘাত করছে। |
38 | يجب علينا قول لا، نرفض منح 5 سنوات إضافية لبوتفليقة” | আমরা একই সাথে এই বিষয়টিকে না বলব এবং তাকে আবার পাঁচ বছরের জন্য ক্ষমতায় যাবার বিষয়টি প্রত্যাখান করব। |
39 | قام الكثير من المواطنين بتصوير أرائهم ونشرها على يوتيوب لرفع وعي الرأي العام حيث يتم تداول هذه الأفلام بشكل كبير على الشبكات الاجتماعية بفضل هذا الوسم #DZ2014 الذي أصبح سلاح النشطاء الجزائريين ضد التزوير والدكتاتورية. | নাগরিক দলগুলো নিজেদের বিক্ষোভের বিষয়গুলো চলচ্চিত্রায়িত করছে এবং গণমতের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিওগুলো ব্যাপক ভাবে প্রদর্শন করা হচ্ছে। |
40 | | তাদের এই প্রচারণার বিষয়টি আরো সম্ভব হয়েছে #ডিজে২০১৪ হ্যাশট্যাগের মাধ্যমে। |