Sentence alignment for gv-ara-20111205-16147.xml (html) - gv-ben-20111208-21614.xml (html)

#araben
1سوريا: الحرية لرزان غزاويসিরিয়া: রাজান ঘাজ্জাউয়িকে মুক্ত কর
2هذه المقالة جزء من تغطية مظاهرات سوريا 2011 .এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ-২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3ملصق الحريّة لرزان رفع من قبل مؤييديها فور انتشار نبأ اعتقالها.আজ সিরিয়া-জর্ডান সীমান্তে সিরীয় কর্তৃপক্ষ ব্লগার রাজান ঘাজ্জাউয়িকে গ্রেফতার করেছে।
4যখন ঘাজ্জাউয়িকে গ্রেফতার করা হয়, সে সময় ভদ্রমহিলা আরব বিশ্বে সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক এক কর্মশালায় যোগ দেবার জন্য জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
5اعتقلت السلطات السوريّة اليوم المدونة السوريّة رزان غزّاوي على الحدود السوريّة الأردنيّة، كانت رزان في طريقها إلى عمّان للمشاركة في ورشة عمل حول حرية الصحافة في العالم العربي عندما ألقي القبض عليها، اعتقال قوبل بموجة غضب عارمة وانتقادات من قبل المدونين والناشطين ومن مختلف أنحاء العالم، والذين دعوا إلى إطلاق سراحها فوراً.ঘাজ্জাউয়ির গ্রেফতারের ঘটনায় সারা বিশ্বের ব্লগার এবং একটিভিস্ট সমালোচনায় মুখর এবং ক্ষোভে ফেটে পড়েছে। ঘাজ্জাউয়ি হচ্ছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এক সিরীয় ব্লগার এবং একনিষ্ঠ টুইটার ব্যবহারকারী, যিনি গ্লোবাল ভয়েসেস অনলাইন এবং গ্লোবাল ভয়েসেস অ্যাডভোকেসি উভয় সাইটে লিখে থাকেন।
6তিনি হচ্ছেন সেই সমস্ত অল্প সংখ্যক নাগরিকদের মধ্যে অন্যতম, যারা তাদের প্রকৃত নামে লিখে থাকে, সেখানে তিনি ব্লগার এবং যে সমস্ত একটিভিস্টকে সিরীয় সরকার গ্রেফতার করেছে, এবং একই সাথে পুরুষ সমকামী ও সংখ্যালঘুদের অধিকারের দাবিতে সোচ্চার।
7যখনই রাজানের গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়ে সাথে সাথে তার সমর্থকরা রাজানকে মুক্ত কর নামের একটি পোস্টার নেটে উঠিয়ে দেয়।
8তার সর্বশেষ পোস্ট ১ ডিসেম্বর ২০১১ তারিখে প্রকাশিত হয়।
9غزّاوي مدونة سوريّة أمريكيّة المولد ومستخدمة متعطشة لتويتر، ومساهمة في كل من الأصوات العالميّة بالعربيّة و دفاع الأصوات العالمية.এটি মূলত সিরিয়ার ব্লগার হুসাইন ঘেরের মুক্তি উদযাপন উপলক্ষ্যে পোস্ট করা হয়। হুসাইন ঘেরের-কে সিরীয় সরকার ৩৭ দিন আটকে রেখেছিল।
10، وهي أيضاً واحدة من المدونين السوريين القلائل الذين يكتبون باسمهم الحقيقي، دافعت رزان وبشراسة عن حقوق المدونين والنشطاء الذين تم اعتقالهم من قبل النظام السوري، فضلاً عن تأييدها لحقوق المثليين جنسيّاَ والأقليّات.রাজান ব্লগে লিখেছিল: হুসাইন আজ রাতে তার ঘরে ফিরে যাবে, যেখানে সে তার স্ত্রীকে জড়িয়ে ধরবে, এবং আর কখনো দুটি মুল্যবান সঙ্গীতকে হারিয়ে যেতে দেবে না।
11في آخر تدوينة (معظم الروابط بالإنجليزية) لها، في 1 كانون الأول/ ديسمبر، احتفت رزان بالإفراج عن المدون السوري حسين غزير الذي احتجز من قبل السلطات السوريّة لمدّة 37 يوماً، تدون رزان:এখন সবকিছু ঠিক হয়ে যাবে, এবং শীঘ্রই সব সমস্যার সমাধান হয়ে যাবে। পরিহাসের বিষয়টি নেট নাগরিকরা উপলব্ধি না করে পারেনি, যারা তার গ্রেফতারের পর সামাজিক প্রচার মাধ্যমে এই গ্রেফতারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে
12سيكون حسين الليلة في المنزل، سيحتضن زوجته بقوة، ولن يترك طفليه الغاليين مرّة أخرى أبداً، سيكون كل شيء على ما يرام، وكل شيء سيكون كذلك في القريب العاجل.সিরিয়ার রাজান সাফোর টুইট করেছে: @রাজানস্পিকস:রাজান ঘাজ্জাউয়ি, গ্রেফতারকৃত নাগরিকদের ব্যাপারে সচেতনতা তৈরিতে সচেষ্ট ছিল, সে তাদের সম্বন্ধে লিখত এবং তাদের সমর্থন করত।
13ولم تغب هذه المفارقة عن مستخدمي الإنترنت، الذين دقو ناقوس الخطر بعد وقت قصير على اعتقالها.ঘাজ্জাউয়ি এখন নিজে তাদের একজনে পরিণত হল। #ফ্রিরাজন#সিরিয়া
14كتبت رزان صفّور على تويتر:এবং সে এর সাথে যোগ করে:
15@RazanSpeaks: اعتادت رزان غزّاوي على رفع مستوى الوعي حول المعتقلين، والكتابة عنهم وتقديم الدعم لهم، الآن هي أصبحت واحدة منهم.@রাজানস্পিকস:@রেডরাজন, আমার চিন্তা এবং হৃদয় এখন তোমার সাথে। টুইটারে আমি যাদের সান্নিধ্যে এসেছি, তাদের মধ্যে তুমি সবচেয়ে সাহসীদের মধ্যে একজন।
16#FreeRazan #Syria وتضيف أيضاً:#ফ্রিরাজান #সিরিয়া।
17তার স্বদেশী এক সিরীয় নাগরিক সাসা উল্লেখ করেছে:
18@RazanSpeaks: قلوبنا وعقولنا معك رزان، أنت واحدة من أشجع الناس الذين تعرفت عليهم على تويتر.@সিরিয়াননিউজ:এখন আমার টাইমলাইনের সকল টুইট #ফ্রিরাজন। সিরিয়ার পুলিশ, তোমরা কি আমাদের কথা শুনতে পাচ্ছ।
19#FreeRazan #Syria#ফ্রিরাজন
20@syrianews: كل التغريدات المحدثّة على الخط الزمني التفاعلي خاصتّي تحتوي الوسم #FreeRazan، الشرطة السورية هل تسمعيننا ؟এবং গ্লোবাল ভয়েসেস-এর তার এক সিরীয় সহকর্মী আনাস কাতিয়েস তাকে স্মরণ করেছেন:
21#FREERAZAN يذكر أنس قطيش، المدون السوري والزميل في الأصوات العالمية :@আনাসকাতিয়েস:রাজান আমাকে @গ্লোবালভয়েসেস-এর চমৎকার এক দলের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল।
22@anasqtiesh: رزان قدّمتني لفريق @globalvoices الرائع وهي السبب الرئيس لانضمامي ككاتب مترجم.তার কারণে আমি এইখানে অনুবাদক হিসেবে যোগ দিয়েছি।
23#FreeRazan#ফ্রিরাজন
24السوري شكيب الجابري يصب جام غضبه على الجامعة العربيّة:সিরিয়ার নাগরিক সাকেন আল জাবরি আরব লীগের নিষ্ক্রিয় হয়ে থাকার কারণে ক্ষুব্ধ :
25@LeShaque: أيتها الجامعة العربيّة، كيف حال استراتيجيّك الغبيّة؟@লেশাকে: ওহে আরব লীগ। কি ভাবে তোমাদের দুর্বল উপদেশ সম্বলিত কৌশল কাজ করবে?
26هل مازلت تؤمنين بأن بشار سيقوم باصلاحات؟এখনো বিশ্বাস কর যে বাশার, দেশটিতে সংস্কার সাধন করবে?
27#Syria #FreeRazan#সিরিয়া#ফ্রিরাজান
28أمّا شنعد البحريني، فيقول راثياً:এদিকে ছনদ বাহরাইনী শোক প্রকাশ করছে :
29@chanadbh: رزان وعلاء وعبد الإمام كلهم كانوا من المشاركين في أول اجتماع للمدونين العرب في لبنان عام 2008، اليوم كلهم إما معتقلون أو مختبئون.@ছনদবিএইচ:@রেডরাজন@আলা এবং @আব্দুলইমাম, এরা সকলে ২০০৮ সালে লেবাননে অনুষ্ঠিত প্রথম আরব ব্লগার সম্মেলনে উপস্থিত হয়েছিল। আজ তারা, হয় কেউ জেলে, না হয় পালিয়ে বেড়াচ্ছে।
30#FreeRazan
31المدون المصري المخضرم علاء عبد الفتّاح اعتقل بموجب اتهامات ملفقة، أمّا المدون البحريني علي عبد الإمام فما يزال مختبئاً في البحرين حيث يواجه تهماً تتعلق بنشاطه التدويني، وكلاهما من المدونين الرائدين في بلديهم.মিশরের বিখ্যাত ব্লগার আলা আব্দেল ফাত্তাহ মিথ্যা অভিযোগে কারাগারে আটকে আছে এবং বাহরাইনের ব্লগার আল আব্দুল রহমান বাহারাইনে লুকিয়ে আছে। এরা দুজনে তাদের নিজেদের দেশের শুরুর দিককার ব্লগার।
32এদিকে তাদের বিশ্বস্ত বন্ধুরা, ঘাজ্জাউয়ির টুইটার এবং জিমেইল একাউন্ট, এবং একই সাথে তার ব্লগ চালু রেখেছে।
33في غضون ذلك، أصدقاء موثوقون لرزان يديرون الآن حساباتها على تويتر وجيميل وكذلك مدونتها، كما تم أيضاً تعطيل صفحتها على الفيسبوك من قبلهم.তার বন্ধুরা অবশ্য একই সাথে তার ফেসবুক একাউন্ট আপাতত স্থগিত করে রেখেছে। তার টুইটার একাউন্টে টুইট করা এক সাম্প্রতিক পোস্ট পাঠ করুন:
34التغريدة الأخيرة المحدثة من حسابها على تويتر: @RedRazan: في الوقت الحالي رزان لم تعد تدير حسابها على تويتر، بل نحن، أصدقائها وداعميها!@রেডরাজান: রাজান এখন আর তার টুইটার একাউন্ট পরিচালনা করতে পারছে না, এখন তার বন্ধু এবং সমর্থকরা তার একাউন্ট পরিচালনা করেছে!
35#FreeRazanফ্রিরাজান।
36لمزيد من ردود الأفعال على اعتقال المدونة رزان غزّاوي، رجاءاً تابع الوسم #FreeRazan على تويتر، كما تم إنشاء صفحة خاصة على الفيسبوك للمطالبة بإطلاق سراحها.ঘাজ্জাউয়ির গ্রেফতারের উপর আসা আরো প্রতিক্রিয়া সম্বন্ধে জান্তা চাইলে টুইটারে #ফ্রিরাজান হ্যাশট্যাগ যাচাই করুন। এছাড়াও তার মুক্তি দাবী করে ফেসবুকে একটি পাতা তৈরি করা হয়েছে [আরবি ভাষায়] ।