Sentence alignment for gv-ara-20150809-38810.xml (html) - gv-ben-20150811-50019.xml (html)

#araben
1فيما تحتفل البلاد بيوبيلها الذهبي، يشارك السنغافوريون ذكرياتهم على شبكة الإنترنتস্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করতে গিয়ে সিঙ্গাপুরের অধিবাসীরা অনলাইনে স্মৃতিকাতর হয়ে পড়েছেন
2بداية عطلة اليوبيل، نهاية الأسبوع.সপ্তাহব্যাপী ৫০ বছর পূর্তি উদযাপন শুরু।
3الصورة: من صفحة سنغافورة خمسين عامًا على موقع فيسبوكছবি নেয়া হয়েছে সিঙ্গাপুর৫০ ফেসবুক পেইজ থেকে।
4سنغافورة كانت جزيرة فقيره عندما أعلنت استقلالها كأمة في عام ١٩٦٥.১৯৬৫ সালে সিঙ্গাপুর যখন স্বাধীনতা লাভ করে, তখন দেশটি খুবই গরীব ছিল।
5ولكنها حولت نفسها الى مدينة عالمية مزدهرة في العقود الخمسة الماضية.কিন্তু গত পাঁচ বছরে দেশটি অভাবনীয় উন্নতি করেছে।
6بهذه المناسبة التي سيحتفل بها العديد من الناس حول العالم إذ يصادف يوم 9 آب/أغسطس مرور خمسين عامًا على تأسيس البلد.সিঙ্গাপুর গ্লোবাল শহর হিসেবে পরিচিতি পেয়েছে। সারাবিশ্বের অনেক মানুষই ৯ আগস্ট দেশটির ৫০ বছর পূর্তি উদযাপন করছে।
7في الأسابيع الأخيرة، قام السنغافوريون بمشاركة العديد من المبادرات التي تحيي الإنجازات التي شهدوها كأمة.সাম্প্রতিক সপ্তাহগুলোতে সূবর্ণ জয়ন্তী উদযাপনকে স্মরণীয় করে রাখতে নানা ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।
8بعض من هذه المشاريع على الإنترنت جعلت بعض الناس تشعر بالحنين - خاصة تلك التي تثير الذكريات عن سنغافورة القديمة.এর মধ্যে কিছু অনলাইন উদ্যোগও রয়েছে। আর এই উদ্যোগগুলো সিঙ্গাপুরের অনেক মানুষকেই স্মৃতিকাতর করে দিয়েছে।
9على سبيل المثال، قام استوديو للتصاميم ثلاثية الأبعاد بإصدار عدة مقاطع فيديو تظهر الأبنية القديمة والرموز التي لم تعد موجودة اليوم.বিশেষ করে যাদের সিঙ্গাপুরের পুরোনো দিনের কথা মনে আছে। উদাহরণ হিসেবে থ্রিডি ভিজুয়ালাইজেশন স্টুডিও'র উদ্যোগের কথা বলা যায়।
10في الوقت الحالي، وسم تويتر GrowingUpSingaporean# (أن تكون سنغافوريًا) قد ألهم مستخدمي الأنترنت لمشاركة ذكريات طفولتهم في سنغافورة.তারা এমন কিছু ভিডিও বানিয়েছে, যেখানে সিঙ্গাপুরের কিছু পুরোনো ভবন এবং আইকনের দৃশ্য রয়েছে, যেগুলো বর্তমানে নেই।
11باستخدام الرسوم الكمبيوترية والتأثيرات البصرية، قامت شركة “Sixtrees” بتحميل مقاطع فيديو تستعيد فيها الرموز الشهيرة والأبنية التي لا يستطيع الصغار اليوم رؤيتها في شوارع سنغافورة.এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে #সিঙ্গাপুরিয়ানহিসেবেবড়হওয়া হ্যাশট্যাগ ব্যবহার করে সবাই তাদের ছেলেবেলার স্মৃতিগুলো শেয়ার করছেন।
12الهدف الرئيسي هو باسترجاع ذكريات الجيل الأقدم وتقديمها للجيل الجديد.স্মৃতিময় পুরোনো দিন
13কম্পিউটার গ্রাফিক্স আর ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করে সিক্সট্রিস কিছু ভিডিও আপলোড করেছেন, যাতে পুরোনো দিনের বিখ্যাত আইকন আর ভবন তুলে ধরা হয়েছে, যেগুলো আর এখনকার ছেলেমেয়েরা দেখতে পান না।
14পুরোনো প্রজন্মের স্মৃতিগুলো ফিরিয়ে আনার প্রধান উদ্দেশ্য ছিল, লায়ন সিটি'র সমৃদ্ধ ইতিহাস আর সফলতার কথা তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা।
15لتقدير أعمق لتاريخ “مدن الأسد” الغني وللارتقاء في سلّم النجاح.যাতে তারা ইতিহাসের রসাস্বাদন নিতে পারে।
16তাছাড়া শিশুদেরকে তাদের সম্প্রদায়ে ইতিহাস জানানোর ক্ষেত্রেও এই ভিডিওগুলো শিক্ষার সৃজনশীল উপকরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
17بالنسبة للسنغافوريين، مقاطع الفيديو قد تستخدم كطرق مبتكرة لتعليم الأطفال عن تاريخ مجتمعهم.আর যারা সিঙ্গাপুরের অধিবাসী নন, তারাও ভিডিওগুলো দেখে অভিভূত হবেন।
18وبالنسبة لغيرهم، ستكون أمثلة مبهرة لاستخدام التكنولوجيا الجديدة في عرض صورة واقعية عن معالم قد اختفت لمنطقة معنية.কেননা, নতুন প্রযুক্তি ব্যবহার করে সিঙ্গাপুরের বিভিন্ন জায়গার বিলুপ্ত বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে।
19في الأسفل بعض مقاطع الفيديو من سلسلة “أيام الماضي الجميل، من جديد” لسنغافورةনিচে সিঙ্গাপুরের স্বর্ণালি দিনগুলোর কিছু ভিডিও রইলো:
201. مسرح سنغافورة الوطني.১. সিঙ্গাপুরের জাতীয় নাট্যশালা।
21هُدم في أوائل عام 1980. 2. أسود جسر ميرديكا.আশির দশকের শুরুতেই সেটা ভেঙ্গে ফেলা হয়।
22هكذا كانت الأسود الأيقونية الحامية للجسر في عام 1950.২. মারদেকা ব্রিজ লায়ন্স: ১৯৫০ সালের আইকনিক ব্রিজ।
23لم تعد موجودة اليوم، فقد نقلت الى معهد عسكري.বর্তমানে এটা মিলিটারি ইনস্টিটিউট। ৩. টানজং পাগার রেলওয়ে স্টেশন।
243. محطة السكك الحديدية تانجونج بيجر.১৯৩২ সালে চালু হয়েছিল।
25أفتتحت في عام 1932، وأغلقت في عام 2011.আর ২০১১ সালে বন্ধ হয়ে গেছে। #সিঙ্গাপুরিয়ানহিসেবেবড়হওয়া
26#GrowingUpSingaporean وسم تويتر GrowingUpSingaporean# (أن تكون سنغافوريًا) انتشر بعد أن شارك السنغافوريون ذكرياتهم نشأتهم في البلد بحماس.সিঙ্গাপুরের নেটিজেনরা তাদের বেড়ে ওঠার দিনগুলোর স্মৃতি শেয়ার করার সাথে সাথে টুইটারে #সিঙ্গাপুরিয়ানহিসেবেবড়হওয়া হ্যাশট্যাগ বেশ জনপ্রিয় হয়ে উঠে।
27الكثير من التغريدات عبارة عن قصص مثيرة للاهتمام عن الحياة في سنغافورة القديمة والتي لم تعد مألوفة للكثير من أطفال اليوم.তাদের স্মৃতিকথায় পুরোনো দিনের এমন সব বিষয় উঠে আসে, যেসব বিষয়ে সিঙ্গাপুরের বর্তমান প্রজন্মের অনেক ছেলেমেয়ে কিছুই জানেন না।
28في الأسفل بعض من التغريدات التي استخدمت هذا الوسم.নিচে কিছু টুইট তুলে ধরা হলো:
29أن تكون سنغافوريًا، يعني أن تشتري هذه المحايات، تدبّسها من الأسفل وتبدأ بفتلها كأنها لعبة البلبل الدوّارআমরা একদিন এই রকমের ইরেজার, পকিং স্ট্যাপল এবং বেব্লেডের মতো ঘূর্ণয়মান জিনিসগুলো কিনেছি। #সিঙ্গাপুরিয়ানহিসেবেবড়হওয়া
30أن تكون سنغافوريًا، يعني أن لا تسمي برامج التلفاز بأسمائها بل على حسب أوقات عرضها مثل برنامج السابعة وبرنامج .আমরা টিভি শো-গুলোর নাম ধরে ডাকতাম না। প্রচারের সময় ধরে ডাকতাম।
31যেমন: সাতটার শো.
32التاسعة .নয়টার শো।
33#সিঙ্গাপুরিয়ানহিসেবেবড়হওয়া
34أن تكون سنغافوريًا، وأن تكون من مواليد التسعينات ستتعرف على هذه الصورةএটা কি তা শুধু নব্বইয়ের ছেলেমেয়েরাই জানে। #সিঙ্গাপুরিয়ানহিসেবেবড়হওয়া
35أن تكون سنغافوريًا، يعني أن هذه أول سيجارة لكআমাদের প্রথম সিগারেট স্টিক। #সিঙ্গাপুরিয়ানহিসেবেবড়হওয়া