Sentence alignment for gv-ara-20140422-32470.xml (html) - gv-ben-20140411-42670.xml (html)

#araben
1বিশ্বের বিভিন্ন ঘুম পাড়ানি গানঃ আপনার প্রিয় কোনটি ?
2ফিলিপাইনে দক্ষিণ লুজনের একটি হাসপাতালে একটি সদ্যজাত শিশু ঘুমাচ্ছে।
3تهويدات العالم: ماهي تهويدتك المفضلة؟ছবিঃ অলিভার বেলারজা - CC BY-NC-ND 2.0
4এপ্রিল পিয়েভির লেখা এই গল্পটি সারা বিশ্বের জন্য প্রকৃতপক্ষে পিআরআই ডট ওআরজিতে গত ৭ এপ্রিল, ২০১৪ তারিখে প্রকাশিত হয়েছে।
5نُشر هذا المقال لإبريل بيفي في السابع من إبريل/نيسان 2014 على موقع Pri.org وتم إعادة نشره بموجب اتفاقية مشتركة.প্রকাশ সূচী শেয়ারিং বিষয়ক একটি চুক্তির অংশ হিসেবে এটি গ্লোবাল ভয়েসেসে পুনরায় প্রকাশ করা হল। সব জায়গাতেই নতুন বাবা মা একটি সাধারণ সমস্যার সম্মুখীন হন।
6كل الروابط باللغة الإنجليزية.আর সেটি হচ্ছে, বাচ্চাদের ঘুম পাড়ানো।
7এই সমস্যার একটি সাধারণ সমাধান হলঃ ঘুম পাড়ানি গান।
8عادة ما يواجه الأباء والأمهات الجدد صعوبات في جعل أطفالهم يغطون في النوم. إليكم الحل: التهويدة.লেখক ক্যাথি হ্যান্ডারসন ব্যাখ্যা করেছেন, ঘুম পাড়ানি গানগুলো শুধুমাত্র শিশুদেরকেই আরাম দেয় না, বরং বড়দেরও সাহায্য করে থাকে।
9اتضح مؤخرًا أن التهويدات لا تساعد فقط في خلق حالة من الاسترخاء للأطفال، بل للكبار أيضًا.তাঁর শিশুতোষ বই ‘হাশ, বেবি হাশ' লেখার জন্য তিনি সারা বিশ্বের বিভিন্ন ঘুম পাড়ানি গান সংগ্রহ করেছেন।
10تشرح الكاتبة كاثي هندرسون، التي جمعت تهويدات من جميع أنحاء العالم لكتابها (نام يا حبيبي نام) Hush, Baby, Hush.তিনি বলেন, ঘুম পাড়ানি গান বাবা মাকে “সে সব পরিস্থিতিতে সাহায্য করে, যখন বাচ্চারা তাদেরকে ভয় পাইয়ে দেয় অথবা তারা যখন বাচ্চাদের ঘুম পাড়াতে ব্যর্থ হন।
11تقول، إن التهويدات تساعد الآباء والأمهات على التعامل مع الإجهاد الناتج عن فشلهم في حث صغارهم على النوم.বিশেষ করে, সে সব মুহূর্তে যখন বাবা মা নিজেরাই খুব বেশি ক্লান্তি বোধ করেন। তখন এই ঘুম পাড়ানি গানগুলো তাদের খুব সাহায্য করে থাকে।”
12وكانت كاثي قد استوحت اسم كتابها من أحد التهويدات الجامايكية بعنوان “Hush, Baby, Hush” بإصدارها المسجل من قبل (أخوات المطبخ) The Kitchen Sisters.জ্যামাইকার একটি ঘুম পাড়ানি গান “হাশ বেবি হাশ” নামটি থেকে হেন্ডারসন তার বইটির নাম রেখেছেন। যার একটি সংস্করণ দ্যা কিচেন সিস্টারস রেকর্ড করেছে।
13ترى الكاتبة أن التهويدات تشترك جميعها في بعض الخصائص.লেখক আরও বলেছেন, ঘুম পাড়ানি গান কিছু নির্দিস্ট চারিত্রিক বৈশিষ্ট্য শেয়ার করে।
14فدائمًا ما تحوي الموسيقى و الكلمات.প্রায় সব ক্ষেত্রে এগুলোতে কথা এবং সুর উভয়ই থাকে।
15ঘুম পাড়ানী গানের সুরটিকে অবশ্যই খুব “শান্ত ছন্দময়” এবং বরং বেশ সরু পরিসরের হতে হয়।
16تتميز الموسيقى بإيقاع هادئ لا نمط موسيقي ضيق.তিনি আরও বলেন, এ ধরনের গানের কথা যেকোন বিষয়ের উপর হতে পারে।
17أما الكلمات فيمكن أن تكون عن أي شيء.মানবীয় আবেগ এবং মানসিক অবস্থার একটি বিস্তৃত পরিসর এসব গানের কথায় উঠে আসে।
18متضمنة ألوان المشاعر الإنسانية ومختلف الحالات المزاجية.এছাড়াও রাগ, হতাশা এবং হাস্যরস নিয়ে অনেক ঘুম পাড়ানি গান আছে।
19হেন্ডারসন লক্ষ্য করেছেন, “খাবার, পরিবার, দৈত্য-দানব, দুষ্টু বাচ্চা” এবং এমনি আরও অনেক কিছু নিয়েও রয়েছে ঘুম পাড়ানি গান।
20هناك تهويدات عن الغضب، والإحباط، والفكاهة.“দানদিনি দান” হচ্ছে একটি তুর্কি ঘুম পাড়ানি গান।
21تشير هندرسون أيضًا لتهويدات الطعام والعائلة والوحوش والأطفال المشاغبين وغيرها الكثير من الأشياء.এই গানের একটি স্তবকে বলা হয়েছে, গরু ছাগল বাগানে ঢুকে গেছে এবং কৃষক তার বাগান থেকে সেগুলোকে তাড়িয়ে বের করছে।
22في أحد التهويدات التركية تدعى (دانديني دان) “Dandini Dan”، يحكي أحد المقاطع عن دخول بعض العجول للحديقة ومطاردة المزارع لهم.https://www.youtube.com/watch?feature=player_embedded&v=gNWGnTtKZwA শুধুমাত্র বাচ্চাদের বিছানায় ঘুম পাড়ানোর জন্য নয়, বরং সব ধরনের পরিস্থিতিতে ঘুম পাড়ানি গান গাওয়া হয়।
23https://www.youtube.com/watch?feature=player_embedded&v=gNWGnTtKZwA التهويدات ليست فقط لوقت النوم.উদাহরণ স্বরূপ বলা যায়, মায়েরা মাঝে মাঝে কাজ করার সময়ও ঘুম পাড়ানি গান গেয়ে থাকেন।
24بل تصلح لمختلف المواقف. مثلًا، تغني بعض الأمهات لأطفالهن لكي يهدئوا حتى يتسنى لهن القيام بعملهن.তাদের বাচ্চাদের শান্ত করে বসিয়ে রাখতে এবং তারা যেন নির্বিঘ্নে কাজ করে যেতে পারেন তাই তারা এমনটি করে থাকেন।
25تعتقد كاثي أن أقدم تهليلة تنتمي لعصر ما قبل الميلاد حيث عثر الباحثون على نماذج لتهويدات في أقدم الأعمال الأدبية في التاريخ.হেন্ডারসন হিসেব করে দেখেছেন, সবচেয়ে পুরাতন ঘুম পাড়ানি গানটি সাধারণ যুগের চেয়েও অনেক অনেক বছরের পুরানো। তিনি বলেছেন, গবেষকরা সবচেয়ে পুরানো সাহিত্যের মাঝে ঘুম পাড়ানি গানের সন্ধান পেয়েছেন।
26يقوم راديو PRI بجمع التهويدات حول العالم. يمكنكم مشاركة تهويداتكم المفضلة على التطبيق الجديد تهويدات العالم.পিআরআই আমাদের নতুন এ্যাপ দ্যা ওয়ার্ল্ডস লুলাবাইসে সারা বিশ্বজুড়ে জনপ্রিয় ঘুম পাড়ানি গানগুলোকে সংগ্রহ করছে এবং শেয়ার করছে।
27قم بالاستماع و أطلعنا على رأيك.আপনি সেগুলো শুনুন এবং আমাদের বলুন, কোন গানটি আপনার পছন্দ।
28وإن أردت مشاركة تهويدتك المفضلة، ما عليك إلا أن تقوم برفع مقطعك الصوتي أو الفيديو الخاص بك أو ببساطة الضغط على الزر والغناء وسيتم تحميل ما سجلته تلقائيًا.আপনার পছন্দের ঘুম পাড়ানি গানটি কী আপনি শেয়ার করতে চান? তাহলে আপনি গানটির রেকর্ড অথবা ভিডিও আপলোড করতে পারেন - অথবা শুধুমাত্র একটি বোতাম টিপে আপনার মোবাইল ফোন বা কম্পিঊটারে নিজে গাইতে পারেন।
29এপ্রিল পিয়াভি হচ্ছেন পিআরআই দ্যা ওয়ার্ল্ডের স্টুডিও এর পরিচালক এবং প্রযোজক।