Sentence alignment for gv-ara-20110807-12682.xml (html) - gv-ben-20110805-19191.xml (html)

#araben
1إيران: المسدسات المائية فى طهران تؤدي إلى الاعتقالইরানঃ পানি নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা গ্রেফতারের ঘটনায় গড়িয়েছে
2يعرف الجميع أن عليهم عدم اللعب بالنار، في طهران على ما يبدو حتي اللعب بالماء يسبب مشاكل.সকলেই জানে যে আগুন নিয়ে খেলতে নেই। দৃশ্যত মনে হচ্ছে ইরানে পানি নিয়ে খেলার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হতে পারে।
3على الأقل هذا درس تعلمه العديد من الشباب الإيراني عندما تم اعتقالهم الأسبوع الماضي على يد قوات الأمن لاشتراكهم في لعبة مسدسات مائية في الشوارع.অন্তত ইরানের কিছু তরুণ এই শিক্ষা লাভ করে তখন, যখন গত সপ্তাহে রাস্তায় পানি নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলার কারণে ইরানের নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করে।
4لعب فيسبوك دوراً كبيراً في جمع بضع مئات من الشباب للعب معاً.এই খেলায় কয়েকশ তরুণ তরুণীর অংশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে ফেসবুক [ফার্সী ভাষায়] এক গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেছিল।
5وفقاً لوكالة الأنباء الإيرانية المسيحية:ইরানিয়ান খ্রিস্টান নিউজ এজেন্সির সুংবাদ অনুসারে:
6حذر حسين ساجيدينيا (رئيس الشرطة بطهران) قائلاً: “سوف نسحق الحركات التي يقوم بها الشباب الذين يحاولوا تحدي تقاليدنا.[তেহরানের পুলিশ প্রধান সাজেদিনিয়া] সতর্ক করে দিয়ে বলেছেন “ যে সব তরুণরা আমাদের প্রথা মানতে অস্বীকার করার জন্য সমবেত হবে, আমরা সে সব সমাবেশ ভেঙ্গে দেব।”।
7“مشيراً على ما يبدو إلى استخدام الشباب الإنترنت والرسائل النصية لدعوة الآخرين لبعض المرح بين الجنسين والأنشطة الجماعية في الأماكن العامة بطهران.তরুণরা যে ইন্টারনেটে এবং টেক্সট মেসেজের মাধ্যমে প্রকাশ্য স্থানে একত্রিত হয়ে ছেলে মেয়ে মিলে এবং দলবলে তেহরানের প্রকাশ্য স্থানে মজা করার আহ্বান জানাচ্ছে, মূলত তিনি সেই বিষয়টি উল্লেখ করে এই কথা বলেন।
8بالأمس اعترضت العديد من وسائل الاعلام المحافظة بإيران على مشاهد من اللعب بالماء، تظهر فيها فتيات ملابسهن مبللة وحجابهن مدفوع إلى الخلف.গতকাল ইরানের বেশ কিছু রক্ষণশীল প্রচার মাধ্যম পানির লড়াইয়ের দৃশ্য প্রদর্শন করে, ভেজা কাপড় এবং মেয়েদের শরীর ঢেকে ঠিকমত পোশাক না পরার কারণে তারা আপত্তি জানিয়েছিল।
9تفاعل العديد من المدونين مع الخبر بسخرية وغضب.বেশ কিছু ব্লগার পরিহাস এবং ক্ষোভের মাধ্যমে এই সংবাদের ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেঃ
10في هذا البلد إذا لعبت بالماء تعتقل، ولكن إذا قتلت واغتصبت، لا يتم اعتقالك بل ومن الممكن أن يتم منحك ميدالية للشجاعة.নেদাইয়া সাবজ লিখেছে [ফার্সী ভাষায়] : এই দেশে যদি আপনি পানি নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলেন তাহলে আপনাকে গ্রেফতার করা হবে, কিন্তু যদি আপনি ধর্ষণ এবং খুন করেন, তাহলে আপনাকে তো গ্রেফতার করা হবেই না, এমনকি সে ক্ষেত্রে আপনাকে সাহসিকতার জন্য পুরষ্কার প্রদান করা হবে।
11كتب فيتنيجار:ফেতেনগার লিখেছে [ফার্সী ভাষায়]:
12يبدو أنهم (السلطات) كانوا يبحثون عن سبب لاعتقال شبابنا…هذا اللعب بالماء من الممكن أن يمتد، ومن المحتمل أن يعيد إحياء الحركة الخضراء.দেখে মনে হচ্ছে তারা [কর্তৃপক্ষ] আমাদের তরুণদের গ্রেফতার করার জন্য অজুহাত খুঁজছে… এই পানি নিয়ে যুদ্ধ খেলার বিষয়টি সম্ভবত আরো বৃদ্ধি পেতে যাচ্ছে এবং ঘটনাটি সবুজ আন্দোলনকে [গ্রীন মুভমেন্ট] আবার চাঙ্গা করতে যাচ্ছে।
13يقول ديرافشي كنفاني:দেরাফশে কাভিয়ানি বলেছে [ফার্সী ভাষায়]:
14إيران بلد إذا لعبت فيها بمسدس ماء يتم اتهامك بازعاج النظام العام، ولكن إذا أمسكت كلاشنكوف وأرديت فتاة صغيرة تعتبر جندى من جنود الإمام المهدى.ইরান হচ্ছে এমন এক দেশ, সেখানে আপনি খেলনা বন্দুক দিয়ে পানি ছোঁড়া নামক খেলার ফলে গণ আধ্যাদেশ লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত হবেন, কিন্তু যদি আপনি কালাশনিকভ রাইফেল নেন এবং এক তরুণীকে গুলি করে মেরে ফেলেন, তাহলে আপনি লুকায়িত ইমামের সৈনিক বলে বিবেচিত হবেন।
15গেট অনেস্ট থার্ড আই লিখেছে [ফার্সী ভাষায়]:
16لقد أصبحت عادة في هذا البلد أن يتم ربط ما يحدث بالسياسة، تتحدث بعض وسائل الإعلام عن اللعب بالماء كما لو كان هناك بضع الآف يتظاهرون .. أنا لا أتسائل عن لماذا يمتع الناس أنفسهم في قتال مائي، بل أتسائل لماذا يتم تسييس هذا الحدث؟؟এখানে যে কিছু ঘটুক তার সাথে রাজনীতিকে যুক্ত করা একটা অভ্যাসে পরিণত হয়েছে…কিছু কিছু প্রচার মাধ্যম এমন ভাবে এই বিষয়টি নিয়ে কথা বলছে যে, মনে হচ্ছে যেন হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করছে…… কেন জনতা পানি ছুঁড়ে যুদ্ধ যুদ্ধ খেলা উপভোগ করছে, সে বিষয়ে আমার কোন প্রশ্ন নেই; আমার প্রশ্ন, কেন বিষয়টিকে আমরা রাজনীতির সাথে যুক্ত করছি?
17يذكرنا المدون أن هناك مسجونون سياسيون يتحملون المخاطر ويضربون عن الطعام، ولكن أخبارهم طغت عليها أخبار القتال المائي.ব্লগার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে দেশটিতে এখন কিছু রাজনৈতিক বন্দী রয়েছে যারা ঝুঁকি নিচ্ছে এবং অনশন ধর্মঘট করছে, কিন্তু পানির লড়াইয়ের মত সংবাদের ঘটনায় তাদের খবর চাপা পড়ে যাচ্ছে।