Sentence alignment for gv-ara-20130728-30603.xml (html) - gv-ben-20130731-37698.xml (html)

#araben
1الحكم بالحبس بحق سبع مستخدمين لفيسبوك في السعوديةবিক্ষোভের আহ্বান জানানোয় সৌদি আরবে সাতজন ফেসবুক ব্যবহারকারীর কারাদণ্ড
2صدرت في السعودية أحكام بالحبس بحق سبعة مستخدمين لفيسبوك بين خمسة وعشرة أعوام تحت دعوى تعليقات عن مظاهرات على فيسبوك، وبعد قضاء العقوبة سيمنعون من السفر.সৌদি আরবে বিক্ষোভের ডাক দেওয়ার অভিযোগে সাতজন ফেসবুক ব্যবহারকারীকে বিভিন্ন মেয়াদে ৫ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের সাজার মেয়াদ পূর্ণ হওয়ার পরেও তাদের বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
3نشرت منظمة هيومان رايتس ووتش:হিউম্যান রাইটস ওয়াচের -এর মতে :
4إن السعودية عاقبت سبعة من منتقدي الحكومة بالسجن في 24 يونيو/حزيران 2013 على مزاعم تفيد بأنهم حرضوا على التظاهر والمساس بالنظام العام باستخدام موقع “فيسبوك”.
5حكمت محكمة الجزائية المتخصصة على السبعة، وكلهم من المنطقة الشرقية بالمملكة، بأحكام سجن تتراوح بين 5 و10 سنوات والمنع من السفر إلى الخارج لمدد إضافية.
6اعتقلت السلطات السعودية الرجال السبعة بين 23 و26 سبتمبر/أيلول 2011، ثم احتجزتهم بسجن المباحث العامة في الدمام لمدة سنة ونصف قبل توجيه الاتهام إليهم ومحاكمتهم في 29 أبريل/نيسان.সৌদি সরকার ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর ২০১১ তারিখের মধ্যে এই সমস্ত নাগরিকদের গ্রেফতার করে, এরপর তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ২৯ এপ্রিল ২০১৩ তারিখে আদলতে হাজির করার পূর্ব পর্যন্ত তাদের দেড় বছর দাম্মামের সাধারণ তদন্ত কারাগারে আটকে রাখা হয়।
7حوكم السبعة أمام محكمة الجزائية المتخصصة التي أنشئت في 2008 للتعامل مع القضايا المتعلقة بالإرهاب.এর আগে তাদের ২০০৮ সালে স্থাপিত বিশেষ অপরাধ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
8لم تتهم السلطات الرجال السبعة بالمشاركة المباشرة في المظاهرات، وأخفقت المحكمة في التحقيق في مزاعمهم بأن ضباط المخابرات أجبروهم على توقيع الاعترافات بالتعذيب. […]কর্তৃপক্ষ এই সাতজনের বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ আনেনি, আর গোয়েন্দা কর্মকর্তারা স্বীকারোক্তি আদায়ের জন্য তাদের উপর অত্যাচার করে, তাদের আনা এই অভিযোগ আদালত তদন্ত করতে ব্যর্থ হয়েছে। […]
9في حكم المحكمة، الذي حصلت عليه هيومن رايتس ووتش، تباينت التهم الموجهة إلى الرجال السبعة، لكن المحكمة أدانتهم جميعاً بتهمة الانضمام إلى صفحات على موقع “فيسبوك” “المحرضة على التظاهر والتجمهر والخروج على ولي الأمر” و”التأييد لتلك الدعوات وتشجيعها والتواصل مع أتباعها [تلك الصفحات على الموقع] والتستر عليهم”.হিউম্যান রাইটস ওয়াচ যা পেয়েছে তা হচ্ছে, আদালতের বিচারিক কার্যক্রমে উক্ত সাত জনের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু আদালত তাদের সবাইকে “বিক্ষোভের কথা উচ্চারণ, অবৈধ সমাবেশ এবং বাদশাহ-এর প্রতি বিশ্বস্ততা ভঙ্গ” ও “ [ফেসবুক পাতার] অনুসারীদের এই ধরনের আহ্বানের বিষয়ে সাহায্য করা ও উৎসাহ প্রদান করা এবং তাদের সাথে মতামত আদান প্রদান ও তাদের পরিচয় লুকিয়ে রাখার দায়ে দোষী সাব্যস্ত করেছে”।
10أدين السبعة أيضاً بمخالفة المادة 6 من نظام مكافحة الجرائم المعلوماتية التي تحظر إنتاج أو إرسال أو تخزين أية مواد على الشبكة المعلوماتية “ما من شأنه المساس بالنظام العام”.এই সাতজনের সকলে সাইবার অপরাধ প্রতিরোধ আইনের-এর ৬ নং ধারা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে, যে ধারা অনুসারে তথ্য যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে “ গণ অধ্যাদেশের জন্য ক্ষতিকর” এমন কোন কিছু উৎপন্ন, পাঠানো অথবা সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে।
11تعلق يسر البحراني:ইউসার আল বাহরাইনি মন্তব্য করেছে :
12مسجوني معتقلي الإحساء يحاكمون من أجل الدعوة إلى الديموقراطية على فيسبوك https://t.co/qf50gIA4HV@ইউসারআলবাহরাইনি: #আহশা-এর বন্দীরা #ফেসবুকে গণতন্ত্রকে সমর্থন করে লেখার কারণে শাস্তি পেল। https://t.co/qf50gIA4HV #প্রিজনরঅফআহাশা #হিউম্যানরাইটস
13ويسأل طارق سيالة:এবং এ্যাকটিভিস্ট তারেক সিয়ালা জিজ্ঞেস করছে
14سجن سبعة أشخاص في السعودية لدعوتهم للتظاهر ضد ولي الأمر من خلال صفحات #الفيسبوك لمدة مابين خمسة وعشرين أعوام!শাসকের বিরুদ্ধে ফেসবুকে বিক্ষোভের আহ্বান জানানোর কারণে সৌদি আরবের সাতজন নাগরিক বিভিন্ন মেয়াদে সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচচ ২০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে!
15والتحريض عالقتل كم عقوبتهতাহলে খুনের প্ররোচনার শাস্তি কি হতে পারে?
16- طارق سيالة 30 يونيو / حزيران 2013সৌদি আরব, যেখানে একচ্ছত্র রাজতন্ত্র, সেখানে রাজনৈতিক ভিন্নমত সহ্য করা হয় না।