Sentence alignment for gv-ara-20120503-21780.xml (html) - gv-ben-20120505-26094.xml (html)

#araben
1الاحتفال بعيد العمال في العالم العربيআরব বিশ্বের বিভিন্ন স্থানে মে দিবস পালিত
2عيد العمال، أوعيد العمال العالمي يحتفل به رسميا في الكثير من البلدان العربية، وتقوم الاتحادات العمالية والأحزاب السياسية بمظاهرات في هذا اليوم تقديراً لدور العمال وللمطالبة بحقوق العمال.অনেক আরব দেশে মে দিবস, বা শ্রম দিবস, বা আন্তর্জাতিক শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস একটি সরকারী ছুটির দিন হিসেবে স্বীকৃত এবং এদিনে বিভিন্ন ইউনিয়ন এবং রাজনৈতিক দলগুলো শ্রমিকদের ভূমিকার প্রতি শ্রদ্ধা এবং শ্রমিকদের অধিকারের দাবি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে।
3أعلن المجلس الانتقالي الليبي عيد العمال العالمي عطلة رسمية ابتداءً من هذه السنة.লিবিয়ার অন্তর্বর্তীকালীন জাতীয় পরিষদ এবছর থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে একটি জাতীয় সরকারী ছুটির দিন ঘোষণা করেছে [আরবী]।
4كتب حميد تغريدة من طرابلس:ত্রিপোলি থেকে হামিদ টুইট করছেন:
5انه أول عيد عمال في ليبيا منذ 42 عاماً عطلة سعيدة للجميع، مرحى، ليبيا تغيرت@২০১১ফেব১৭: বিগত ৪২ বছরের মধ্যে #লিবিয়া'র প্রথম #মেদিবস (শ্রমিক দিবস)! অবশ্যই, সবাইকে ছুটির দিন শুভেচ্ছা!
6مظاهرة في شارع الحبيب بو رقيبة، تونس.#লিবিয়া পরিবর্তিত হয়েছে ? তিউনিসের হাবীব বর্গুইবা এভিনিউতে বিক্ষোভ।
7رفع الصورة أميني قرابي عبر فليكر (تحت رخصة المشاع الابداعي).ফ্লিকা্রে এমাইন ঘ্রাবি'র ছবি (সিসি বাই-এনসি ২.
8تذكرت الناشطة البحرينية مريم الخواجة العمال المهاجرين في الخليج:০) বাহরাইনী এক্টিভিস্ট মারিয়াম আলখাওয়াজার উপসাগরীয় অভিবাসী শ্রমিকদেরকে স্মরণ:
9في يوم العمال نعرب عن تقديرنا لجميع العمال المهاجرين الذين يعاملون كالعبيد في البلدان الخليجية@মারিয়ামআলখাওয়াজা: শ্রম দিবসে আমরা সকল অভিবাসী শ্রমিকদেরকে শ্রদ্ধা জানাই যাদের প্রতি আধুনিক দাসের মতো আচরণ করা হয় #উপসাগরীয় দেশগুলোতে
10مظاهرة في بلدة باربار البحرينية.বাহরাইনের বারবারে বিক্ষোভ।
11رفع الصورة مستخدم تويتر بحريني سي14.ছবি, টুইটার ব্যবহারকারী @বাহরাইনিয়াক১৪।
12أقيمت المظاهرات في مختلف أرجاء البحرين للمطالبة بإعادة توظيف [بالانجليزية] مئات العمال الذين سرّحوا من عملهم في السنة الماضية لمشاركتهم في الاحتجاجات.বিক্ষোভে অংশ নেয়ার কারণে গত বছর বরখাস্ত হওয়া শত শত শ্রমিক পুণর্বহালের দাবিতে সারা বাহরাইন জুড়ে বিক্ষোভ করেছে।
13هاجمت شرطة مكافحة الشغب العديد من هذه المظاهرات بالغازات المسيلة للدموع.অনেক বিক্ষোভেই দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস দিয়ে আক্রমণ করেছে।
14أرسل الصحافي مازن مهدي من سوق المنامة:মানামার সুক (বাজার) থেকে সাংবাদিক মাজেন মাহদি রিপোর্ট করেছেন:
15رغم الغازات المسيلة للدموع فإن مظاهرة عيد العمال في سوق المنامة ما زالت مستمرة@মাজেনমাহদি: #মানামার সুক এলাকায় কাঁদানে গ্যাস নিক্ষেপ করা সত্ত্বেও শ্রমিক দিবসের বিক্ষোভ এখনো চলছে #বাহরাইন
16مظاهرة في منطقة خريبكة المغربية.মরক্কোর খুরিবগাতে বিক্ষোভ।
17رفع الصورة مستخدم تويتر هشام.ছবি, টুইটার ব্যবহারকারী @__হিশাম।
18كتب عماد بازي تغريدة عن عملية القرصنة على موقع وزارة العمل اللبنانية:ইমাদ বাজ্জি লেবাননের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকিং সম্পর্কে টুইট করছেন:
19هدية خاصة لوزارة العمل اللبنانية في عيد العمال، تغيير شامل: مضحك للغاية والفضل لمجموعة ارفع صوتك@ত্রেল্লালবি: #লেবাননের শ্রম দিবসে শ্রম মন্ত্রণালয় থেকে বিশেষ সরবরাহ, একটি সার্বিক পরিবর্তন ? হা-হা-হা-হা-হা http://www.labor.gov.lb/ ধন্যবাদ #আরওয়াইভি
20تم تعديل الموقع ليقول الآتي: نحن “آر.ওয়েবসাইটে নিচের কথাগুলো বলার জন্যে ওয়েবসাইটটি পরিবর্তন করা হয়েছে:
21واي. في”، وهي الحروف الاستهلالية لكلمات”إرفع صوتك”بالانجليزية، نحن ببساطة مجموعة من الناس لا نستطيع الصمت، ونحن نشاهد كل الجرائم والظلم الحاصل في لبنان.আমরা, আরওয়াইভি - আওয়াজ তুলুন-এর সংক্ষিপ্ত রূপ, জনগণের এমন একটি গোষ্ঠী যারা লেবাননে চলমান সকল অপরাধ এবং অবিচার শুধু নীরব চেয়ে দেখতে পারছি না।
22لن نصمت أو نتعرض لغسيل دماغ بواسطة إعلامكم.আমাদেরকে চুপ করানো যাবে না এবং আপনার মিডিয়া মগজ-ধোলাই করতে পারবে না।
23لن نتوقف حتى يتحرك الشعب اللبناني ليطالب بحقوقه وينالها.লেবাননের জনগণ সংগঠিত হওয়া, দাবিগুলো তোলা এবং তাদের সেগুলো অর্জন না করা পর্যন্ত আমরা থামবো না।
24لن نتوقف حتى يرتفع مستوى العيش في لبنان إلى حيث يجب أن يكون.আমরা থামবো না লেবাননে জনগণের যে জীবনযাত্রার মান থাকা উচিৎ সে পর্যায়ে উন্নীত না হওয়া পর্যন্ত।
25لن نتوقف قبل أن تحلّ المشاكل المفتعلة من هذه الحكومة مثل انقطاع الكهرباء والماء وارتفاع أسعار الوقود والغذاء.বিদ্যুৎ ও পানির ঘাটতি, গ্যাস ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির মতো এই সরকারের নিজের তৈরী করা সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত আমরা থামবো না।
26نحن “آر واي في”، توقعوا منا كسر جدار الصمت سواء في الشارع أو الإنترنت. الصمت جريمةআমরা আরওয়াইভি, আমাদের নীরবতা ভাঙ্গানোর জন্যে প্রস্তুত থাকুন, সেটা হতে পারে রাস্তাতে অথবা ইন্টারনেটে।
27مظاهرة في القاهرة.কায়রোতে বিক্ষোভ।
28الصورة بواسطة حسام الحملاوي عبر فليكر (تحت رخصة المشاع الإبداعي).ফ্লিকারে হোশাম এল-হামালাউয়ি'র পাঠানো ছবি (সিসি-বাই-এনসি-এসএ ২. ০)।