Sentence alignment for gv-ara-20120908-25651.xml (html) - gv-ben-20120913-31117.xml (html)

#araben
1مصر: قوات الأمن تدمر سوق الكتب المستعملة التاريخي في الإسكندريةমিশরঃ আলেকজান্দ্রিয়ার ঐতিহাসিক বইয়ের বাজার নিরাপত্তা বাহিনী কতৃক ধ্বংস
2استيقظ المصريون يوم الجمعة [7 من سبتمبر/ أيلول] على خبر تدمير أكشاك الكتب المتواجدة على أرصفة شارع النبي دانيال بالإسكندرية بأوامر من محافظ الإسكندرية.মিশরিরা আজ (৭ই সেপ্টেম্বর, ২০১২) সকালে আলেকজান্দ্রিয়ার নবী দানিয়াল সড়কের বইয়ের দোকানগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ধ্বংসের খবর পেয়ে জেগেছেন।
3أثار الاعتداء الذي حدث فجرأ غضب مستخدمي الإنترنت من الإخوان المسلمين، لزعمهم أنهم يشنون حرباً على الثقافة.ঊষাকালে এই বহিরাক্রমণে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে বাম নেটনাগরিকরাও ক্রুদ্ধ। তাদের দাবি, সংস্কৃতির উপর এটি একটি চলমান যুদ্ধ।
4قامت قوات الأمن بتدمير بعض الأكشاك والكتب، مسببة تلف لمجموعة لا تقدر بثمن من الكتب والثروة الثقافية.নিরাপত্তা বাহিনী দোকান এবং বই ধ্বংস করেছে। এর ফলে বইয়ের অমূল্য সংগ্রহ এবং সংস্কৃতির একটি সম্পদ ধ্বংস করা হল।
5تعترض دكتورة شادية متولي على الاعتداء:ডঃ সাদিয়া মিটওয়ালি এই আক্রমণের বিরোধিতা করেছেন [আরবী]:
6@shadiametwally:غلط الاعتداء علي مكتبات منطقة النبي دانيال وتترك أرصفة اخري عليها شاي وقهوة وكراسي بالية دي مكتبات وفيها ثروة ثقافية ‫#النبي_دانيال‬@সাদিয়ামেটওয়ালিঃ নবী দানিয়াল এলাকার বইয়ের দোকানগুলোতে আক্রমণ করা ছিল ভুল, যেখানে রাস্তার অন্য পার্শ্বে চা, কফি এবং পুরনো চেয়ার রয়েছে।
7تعبر شهرزاد عن قلقها حيال الطلبة الذين سيشعرون بالألم:সেগুলো ছিল সেই ধরণের বইয়ের দোকান যেগুলো সংস্কৃতির একটি সম্পদ স্থাপন করেছিল।
8لا أستطيع تخيل كيف سيتمكن طلبة الجامعة المساكين تحمل نفقات كتبهم.শেহরাজাদে ছাত্রদের সম্পর্কে উদ্বিগ্ন যারা মনে পীড়ন অনুভব করবেঃ
9@_শেহরাজাদে: আমি ভাবতে পারছি না, বিশ্ববিদ্যালয়ের গরীব ছাত্ররা কিভাবে তাদের বই সংগ্রহে সমর্থ হবে।
10إنه تصرف خبيث بحقপ্রকৃতই একটি সবচেয়ে বিদ্বেষপূর্ণ আচরণ।
11ما تبقى من كشك عم رجب حميدو في شارع النبي دانيال بالإسكندرية بعد هجوم قوات الأمن.পুলিশের আক্রমণের পর আলেকজান্দ্রিয়ার নবী দানিয়াল সড়কের হামীদ এর বইয়ের দোকানের ধ্বংসাবশেষ।
12نشرت هبة فاروق الصورة على تويترটুইটারে ছবিটি শেয়ার করেছেন হেবা ফারুক।
13توضح هبة فاروق محفوظ:হেবা ফারুক মাহফুজ ব্যাখ্যা করেছেনঃ
14@HebaFarooq:كشك عم رجب حميدو رغم أنه في ممر خاص ومش ع الشارع، ورغم حصوله ع ترخيص من 34 سنه قامت الداخليه بتدميره ‫#النبي_دانيال‬ http://pic.twitter.com/DRiSLckf@হেবাফারুকঃ রাজাব হামীদের বইয়ের দোকানটি ছিল একটি ব্যাক্তিগত সরু গলিতে, সড়কের পাশে নয়। এছাড়া তাঁর ৩৪ বছর ধরে দোকান চালানোর অনুমতি থাকা সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দোকানটি ভেঙ্গে দিয়েছে।
15تشارك هذه الصورة، مباشرة، بعد الإزالة.ধ্বংসযজ্ঞের পরপরই তিনি ছবিটি তুলে পোস্ট করেছেন।
16يغرد وليد:ওয়ালীদ টুইট করেছেনঃ
17@WilloEgy:#النبي_دانيال‬ قطعتوا عيش بائعي كتب بسطاء وحرمتم القراء البسطاء من مصدر سعادتهم، فيه أغبى من كدة؟!؟
18يسخر وائل بركات: @Wael_Barakat:يعني بعد كده بيع الكتب هايبقي زي بيع الخدرات و هانروح نشتري الكتب جوه شرايط الفديو@উইলোএজিঃ আপনারা খুব সাধারণ বিক্রেতাদের জীবিকা অর্জনের উপায় ধ্বংস করে দিয়েছেন এবং গরীব লোকদের পড়াশুনার আনন্দ অনুধাবন করা থেকে বঞ্চিত করেছেন।
19بينما يتساءل أحمد الصاوي:এর চেয়ে নির্বুদ্ধিতার আর কিছু কি আছে?
20@Ahmed_Elsawy:طب والراجل أبو كشك أزرق اللي علي اول الشارع اللي كنت بشتري من عنده ديما,وديما الاقيه بيصلي هدوله هو كمان كشكه؟তাঁর সাথে ওয়ায়েল বারাকাত কটাক্ষ করেছেনঃ @ওয়ায়েল_বারাকাতঃ তার মানে কি এখন বই বিক্রি করা মাদকদ্রব্য বিক্রি করার মতো এবং আমরা কি এখন বই কিনবো ভিডিও টেপের আকারে?
21طيب ‫#النبي_دانيال‬আহমেদ এলসাউই প্রশ্ন তুলেছেনঃ
22لام العديد الإخوان المسلمين، مع العلم بأن أحد أعضائهم محمد مرسي هو الآن رئيس مصر الجديد، على هذا الاعتداء على الكتب.@আহমেদ এলসাওয়ঃ সেই লোকটির কি হবে যার নীল রঙের বই বিক্রির ছোট দোকান থেকে আমি সবসময় বই কিনতাম? আমি তাকে সবসময় দেখতাম নামাজ পরতে।
23يرد أنس عبد العظيم بحسم:তার ছোট বইয়ের দোকানটিও কেন তারা ভেঙ্গে দিলো?
24@anasabdelazeem: تصوير ازالة اكشاك الكتب في ‫#النبي_دانيال‬ باعتباره هجمه اخوانيه ضد الثقافيه سخيف لانه وضع متكررঅনেকেই মুসলিম ব্রাদারহুডকেই সরাসরি দোষী মনে করে, কেননা এদেরই এক সদস্য মোহাম্মদ মুরসি মিশরের বর্তমান প্রেসিডেন্ট। তবে আনাস আবদেল আযীম কড়া জবাব দিয়ে বলেছেনঃ
25@আনাসআবদেলআযীমঃ নবী দানিয়ালের(সড়ক) বইয়ের দোকানগুলো ভেঙ্গে দেওয়াকে আমরা যদি ধরে নিই যে মুসলিম ব্রাদারহুড আমাদের সংস্কৃতির ওপর হামলা করেছে তাহলে তা উপহাসের যোগ্য, কেননা এমন ঘটনা আরও অনেকবার ঘটেছে।
26لمزيد من ردود الأفعال على تويتر، تفقدوا هذا الوسم #النبي_دانيال.টুইটারে আরও প্রতিক্রিয়া জানতে এই হ্যাশ ট্যাগ [আরবী] চেক করুন।
27ينشر أحمد روك مجموعة صور بعد الحادث على حسابه على فيسبوك.আক্রমনের ঠিক পরপরই তোলা কিছু ছবি আহমেদ রক তাঁর ফেসবুক পাতায় দিয়েছেন এখানে।