Sentence alignment for gv-ara-20141011-35843.xml (html) - gv-ben-20141019-45184.xml (html)

#araben
1“أخذتوهم أحياء، نريد عودتهم أحياءǃ” المكسيكيون في مدينة أيوتثينابا“জীবিত অপহৃত” শিক্ষার্থীদের সুস্থ অবস্থায় ফিরে পেতে চায় মেক্সিকানরা
2গত ৮ অক্টোবর, ২০১৪ তারিখে মেক্সিকো সিটিতে আয়টজিনাপা শিক্ষার্থীদের গুমের বিরুদ্ধে ১৫,০০০ প্রতিবাদকারীদের বিক্ষোভ সমাবেশ।
3صورة منشورة على تويتر من قبل @TuiteraMxডেমোটিক্স।
4عمت المقاطعة الاتحادية وعاصمة الولايات المتحدة المكسيكية مسيرة ضخمة قام بها المجتمع المدني في احتجاج على اختفاء عشرات الطلبة من مدرسة للمعلمين في مدينة أيوتثينابا الواقعة في ولاية غيريرو.মেক্সিকোর গুয়েরেরো উপকূলীয় অঙ্গরাজ্য থেকে গত ৮ অক্টোবর, বুধবারে কয়েক ডজন আয়টজিনাপা শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। এই অপহরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার লোক মেক্সিকো সিটিতে বিক্ষোভ করেছেন।
5وفقا لما قيل سابقًا، زاد قلق أسر الطلبة المختفين بعد العثور مؤخرًا على 28 جثة مجهولة الهوية في حفر سري في الجنوب الغربي لولاية غيريرو.অপহৃতদের পরিবারগুলো এ সপ্তাহে নিদারুণ মানসিক যন্ত্রণা ভোগ করেছেন। কারন এ সপ্তাহে গুয়েরেরোর দক্ষিণ-পূর্ব অঞ্চলে একটি গোপন গণ কবর থেকে কর্তৃপক্ষ ২৮টি মৃতদেহ (এখনও শনাক্ত না হওয়া) উদ্ধার করেছে।
6وتجدر الإشارة إلى تردد بعض الأخبار من هذا النوع، خاصة بعد مجازر مدينة سان فيرناندو.অত্যন্ত দুঃখের বিষয়, এ ধরনের খবর মেক্সিকোতে একেবারে নতুন নয়। বিশেষকরে দুইটি সান ফারনান্দো নৃশংস হত্যার ঘটনা ঘটার পর এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে।
7এখনও যেসব শিক্ষার্থী জীবিত আছেন তাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।
8يطالب المحتجون بعودة جميع الطلبة المختفين على قيد الحياة.আর যারা বেঁচে নেই তাদেরকে অবশ্যই খুঁজে পাওয়া যাবে। বিক্ষোভকারীরা এমনটাই বলেছেন।
9خرج الناس الى شوارع المقاطعة الاتحادية للمطالبة بالعدالة وشاركوا بتعليقات وصور عبر تويتر:সারাদেশ জুড়ে জনগণ রাজপথ দখল করে রাখার কারণে মেক্সিকোর নেটিজেনরা এই প্রচারাভিযান নিয়ে টুইটারে আলোচনা করেছেন।
10المستخدمة تانيا شاركت بالصورة التالية منذ نقطة بداية المسيرة:প্রতিবাদস্থল থেকে ব্যবহারকারী তানিয়া নিচের ছবিটি তুলে পোস্ট করেছেনঃ
11الملاك يحس أيضاً بالأخوة والسخط.এঞ্জেলে আপনি ভ্রাতৃত্ব এবং ক্ষোভ অনুভব করতে পারবেন।
12وقالت تويتيرامكس ل13 ألف من المتابعين حول القضية:[দ্রষ্টব্যঃ মেক্সিকো সিটিতে স্বাধীনতার এঞ্জেল অত্যন্ত স্বীকৃত একটি স্থান।
13لاحدود للألم بعد اختفاء الطلبة.এটি যেকোন উৎসব উদযাপন এবং প্রতিবাদ জানানোর এক আশ্রয়স্থলে পরিণত হয়েছে।]
14ونشرت المستخدمة باو لمتابعيها مجموعة من الصور تظهر الاحتجاجات في مدن مختلفة:টুইটেরাএমএক্স একজন ব্যবহারকারী, যার টুইটারে ১৩,৬০০ অনুসারী রয়েছে। তিনি ঘোষণা দিয়েছেনঃ
15هناك احتجاجات في ألمانيا والنرويج والأرجنتين وبوليفيا.“নরমালিস্টাস”দের [শিক্ষণ শিক্ষার্থী] গুম হওয়ার যন্ত্রণা অবর্ননীয়।
16বিভিন্ন শহরে পালিত প্রতিবাদ কর্মসূচী তুলে ধরতে টুইটার ব্যবহারকারী পাউ ছবিগুলো শেয়ার করেছেনঃ
17আয়টজিনাপা শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচারের দাবিতে জার্মানি, নরওয়ে, আর্জেন্টিনা এবং বলিভিয়াতে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে।
18من جانبه وصف موريثيو توريس ما وقع في مقدمة المسيرة:আমরা সবাই আয়টজিনাপা। মাউরিসিও টরেস প্রতিবাদ কর্মসূচীতে দৃশ্যটি বর্ননা করেছেনঃ
19يسير الآباء في مقدمة المسيرة، حاملين أشياء شخصية تعود للطلبة الـ 43 المختفين.বাবা মায়েরা সামনের সারিতে একটি ব্যানার হাতে ধরে হেঁটে যাচ্ছেন। ব্যানারে গুম হওয়া ৪৩ জন তরুণ শিক্ষার্থীর মুখ।
20وأشار جوردي م.র‍্যালীতে জনসমাগম দেখে জর্ডি এম.
21ي.ওয়াই.
22إلى مشاركة أكبر للمواطنين:বেশ মোহিতঃ
23حقًا إنها مسيرة كبيرة ومؤثرة. مازال يتوافد المزيد إلى ساحة ريفورما.আয়টজিনাপাদের আয়োজিত প্রতিবাদ কর্মসূচীটি বেশ বড় আকারে পালন করা হচ্ছে এবং এতে আমি মোহিত।
24وجاء الدعم أيضا للمسيرة من العاصمة الأرجنتينية بوينوس أيريس:আরও অনেক সংগঠন রিফর্মাতে [মেক্সিকো সিটির অন্যতম একটি প্রধান রাজপথ] এসে জড়ো হয়েছেন।
25تضامن في السفارة المكسيكية في العاصمة الأرجنتينية بوينوس أيريس.বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা থেকেও লোকজন এই প্রতিবাদ কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়েছেনঃ
26لخص الدكتور جون م. أكيرمان الحراك الناتج عن اختفاء الطلبة على الشكل التالي:আয়টজিনাপাঃ মেক্সিকোতে অবস্থিত বুয়েন্স আয়ার্স এবং আর্জেন্টিনা দূতাবাসের সংহতি প্রকাশ।
27خرج الآلاف من الأشخاص الى الشوارع للمطالبة بالعدالة، بالإضافة لمشاركة كبيرة من المجتمع والشرطة ووزارة التربية والتعليم.শিক্ষার্থীরা অপহৃত হওয়ার পর থেকে এ পর্যন্ত যেসব বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে সেগুলোর মূল কারন বর্ননা করেছেন ডাঃ জন এম. একারম্যানঃ
28يمكن تتبع تفاصيل مسيرة 8 أكتوبر/تشرين الأول 2014، بالإضافة الى الأحداث القادمة، في شبكات التواصل الاجتماعي من خلال الوسوم:মৃতদের জন্য ন্যায়বিচারের দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছেন। তাঁর সাথে সাথে তারা সমাজের জন্য রাজনৈতিক এবং শিক্ষা ক্ষেত্রে কিছুটা বাড়তি ভূমিকাও পালন করছেন।
29৮ অক্টোবর তারিখে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচী সম্পর্কে আরও কিছু জানতে এবং এ ঘটনার সর্বশেষ আপডেট জানতে আপনি #আয়টজিনাপা, #আয়টজিনাপাস্পম্পসটডস, #জাস্টিসিয়াপারাআয়টজিনাপা এবং #আয়টজিনাপাদেরজন্যন্যায়বিচার শিরোনামের হ্যাশট্যাগগুলো অনুসরণ করুণ।
30Ayotzinapa# و AyotzinapaSomosTodos# و JusticiaParaAyotzinapa# و JusticeForAyotzinapa#.