Sentence alignment for gv-ara-20120922-25760.xml (html) - gv-ben-20120907-30836.xml (html)

#araben
1البحرين: المرأة البحرينية امرأة حديديةবাহরাইনঃ “আমাদের নারীরা লৌহ মানবী “
2ابتعد مستخدمو تويتر في البحرين عن السياسة قليلاً للحصول على بعض المرح ذات صباح.টুইটার ব্যবহারকারি বাহরাইনিরা এই সকালে রাজনীতি থেকে সামান্য বিরতি নিয়েছিলেন এবং মাইক্রোব্লগিং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কিছুটা আনন্দ পেয়েছিলেন ।
3قرأ الفنان أنس الشيخ خبراً عن عراقية تحرق نفسها احتجاجا على مشاهدة زوجها المسلسلات التركية.শিল্পী আনাস আল শেখ একটি খবর পড়েছিলেন যাতে লেখা ছিল যে, একজন ইরাকি মহিলা আত্নহত্যা করেছিলেন তার স্বামীর ভাষান্তরিত তুর্কি সোপ অপেরা (টিভি নাটক) দেখার প্রতিবাদে।
4حلت المسلسلات التركية مكان مثيلاتها المكسيكية في الأعوام الأخيرة، وبعد دبلجتها بالعربية، أصبحت هذه المسلسلات واسعة الانتشار، وأحيانا تستمتر هذه المسلسلات لشهور.সাম্প্রতিক সময়ে তুর্কি সোপ অপেরাগুলো মেক্সিকানগুলোর জায়গা দখল করে নিয়েছে। আরবি ভাষায় ডাবিং করা এই সোপ অপেরাগুলো দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়।
5شارك أنس الشيخ التغريدة التالية سائلاً:তারা এই ধারাবাহিকগুলো দেখে, যেগুলোর কিছু কিছু কয়েক মাস ধরেও চলে।
6@Anas_Al_Shaikh: خبر في صحيفة..আল শেখ খবরটির সামান্য অংশ তার টুইটার অনুসারীদের কাছে তুলে ধরেন এবং প্রশ্ন করেন যে;
7عراقية تحرق نفسها احتجاجا على مشاهدة زوجها المسلسلات التركية… ليش ما سمعنا عن امرأة بحرينية قامت بنفس الفعل؟@আনাস আল শেখ :একটি দৈনিক পত্রিকার একটি খবর …একজন ইরাকি মহিলা আগুনে পুড়ে আত্নহত্যা করতে চেয়েছিলেন তার স্বামীর তুর্কি সোপ অপেরা দেখা বন্ধ করতে। আমরা কেন শুনলাম না যে, একজন বাহারাইনি মহিলাও একই কাজ করেছেন?
8هههههহা হা হা
9أثار هذا التعليق الكثير من الجدل:শ্লেষোক্তিটি হারিয়ে যায়নি বরং এই মন্তব্যটি অনেক প্রতিক্রিয়ার বিস্ফোরণ ঘটিয়েছে।
10نساء بحرينيات يحتللن الصفوف الأمامية في مظاهرة ضد الحكومة في فبراير 2011، تصوير الجزيرة بالإنجليزية على فليكر - مستخدمة تحت رخصة المشاع الإبداعي النسخة 2.0বাহরাইনে ফেব্রুয়ারি, ২০১১ এ যে সরকার বিরোধী প্রতিবাদ শুরু হয়েছিল, তাতে বাহরাইনি মহিলারা একেবারে সামনের সারিতে ছিলেন। ফ্লিকার ছবিটি আল জাজিরা ইংলিশ ভার্সন থেকে (সিসি বাই-এসএ ২.
11قالت أم سلمان:০) উম সালমান বলেনঃ
12@Umsalman2011: لأن المرأة البحرينية عاقلة ما تسوى المسلسلات التركية او اي شئ اخر تذبح نفسها@উমসালামান২০১১: যেহেতু বাহারাইনি নারীরা যথেষ্ট পরিণত, তাই তারা জানেন যে তুর্কী সোপ অপেরা অথবা এমন কিছু তাদের জীবনের চেয়ে মুল্যবান নয়।
13أضافت إسراء:ইস্রা যোগ করেনঃ
14@esraa_f_84: خله يطالع . عليه بالعافية .@ইস্রা_ এফ_৮৪: তাকে(স্বামী)দেখতে দিন।
15اخر شي من اللي قاعدة جدامه ؟؟ أنا .দিনের শেষে তার সামনে শুধুমাত্র তার স্ত্রীই থাকবেন।
16خخخ ويعني لو طالع اش بيسوي ؟কি করবেন যদি তিনি তাঁদের দেখেন? তিনি কি তাদের কাছে চলে যাবেন?
17بيسافر لهموﻻ بيطلعون له من الشاشةনাকি পর্দার আড়াল থেকে তার বেড়িয়ে আসবেন?
18وتضيف فاطمة سليم:এবং ফাতিমা সেলিম লেখেনঃ
19@Fatim_Sam: المرأة البحرينية ضد الصدمات المرأة الحديدية@ফাতিম_সাম: বাহারাইনি নারীরা যেকোনো ধাক্কা প্রতিরোধ করতে পারেন। তারা লৌহ মানবী।