Sentence alignment for gv-ara-20140827-35158.xml (html) - gv-ben-20140919-44893.xml (html)

#araben
1انهيار آخر لوقف إطلاق النار على غزة، وعدد القتلى يتصاعد إلى أكثر من ألفيّ قتيل.গাজায় আরেকটি যুদ্ধ বিরতির সমাপ্তি, নিহতের তালিকা বেড়ে ২,০০০ ছাড়িয়েছে
2وصول طفلة إلى مستشفى غزة لتلقي العلاج.গাজার হাসপাতালে চিকিৎসার জন্য আসা একটি শিশু।
3نشرت بواسطة مستخدم تويتر ThisisGaza@ في 19 آب/أغسطس.গত ১৯ আগস্ট তারিখে ছবিটি আপলোড করেছেন টুইটার ব্যবহারকারি @থিসিসগাজা।
4قتل العشرات من سكان غزة في جولة أخرى من الغارات الإسرائلية على القطاع الذي مزقته الحرب الساحقة بعد انهيار مفاوضات السلام بين إسرائيل وحماس، تلك الحركة التي تحكم غزة منذ 2007 تحت حصار إسرائيلي لسبع سنوات.আরেক দফা ইসরায়েলি বিমান হামলায় কয়েক ডজন গাজাবাসী নিহত হয়েছেন। ইসরায়েল এবং হামাসের মাঝে শান্তি সমঝোতা হওয়ার পর যুদ্ধে ক্ষত বিক্ষত দেশটিতে ইসরায়েল আবারও এই হামলা চালায়।
5مجددًا، ألقت كل من إسرائيل وحماس اللوم على الآخر عن فشل محادثات “السلام” الخاصة بهم.হামাস দলটিগত সাত বছর ধরে ইসরায়েলি অবরোধের অধীনে থাকা গাজাকে ২০০৭ সাল থেকে শাসন করে আসছে। যদিও এখন ইসরায়েলি অবরোধ ভেঙ্গে পরেছে।
6হামাস এবং ইসরায়েল তাদের মাঝে হওয়া “শান্তি” আলোচনা বিফল হওয়ার কারন হিসেবে এখনও আবার একে অন্যকে দোষারোপ করতে শুরু করেছে।
7انفجرت الصواريخ المنطلقة من غزة قرب بئر السبع في جنوب إسرائيل، لم ينجم عن وجود إصابات أو خسائر.গাজা থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেভার কাছে বিস্ফোরিত হয়েছে।
8من بين الأحياء التي تعرضت للقصف في غزة هي خان يونس، بيت حانون - الذي تمت زيارته من قبل الصحفي الأمريكي ماكس بلومنتال منذ بضعة أيام - وحي الشجاعية، موقع مذبحة 20 يوليو / تموز، التي قتل فيها 65 فلسطينيًا على الأقل.তবে এ বিস্ফোরণে কোন ক্ষতি হয়নি বা হতাহতের ঘটনা ঘটেনি। গাজার নিকটবর্তী যেসব এলাকাতে বোমা হামলা চালানো হয়েছে সেগুলো হচ্ছে খান ইউনুস, বেইত হানুন এবং শুজাইয়া।
9منذ بدء إسرائيل هجومها على غزة في 8 يوليو / تموز، قتل أكثر من ألفيّ شخص، وإدعى كل من إسرائيل وحماس كذبًا بوقف إطلاق النار ستة مرات.কয়েক দিন আগে আমেরিকান সাংবাদিক ম্যাক্স ব্লুমেনথাল বেইত হানুন পরিদর্শনে এসেছিলেন। শুজাইয়া সে স্থান যেখানে গত ২০ জুলাইয়ের গণহত্যায় কমপক্ষে ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
10إنهار وقف إطلاق النار في الثلات مرات الأولى في غضون ساعات.৮ জুলাই তারিখ থেকে ইসরায়েল গাজার উপর আক্রমণ চালানো শুরু করেছে।
11استمر أخر وقف إطلاق نار لمدة خمس أيام، حيث تعتبر هذة المدة اكبر مدة شهدها سكان غزة بدون إطلاق نيران منذ بدء الهجوم العسكري.সেদিন থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি লোক মারা গেছেন এবং এ পর্যন্ত ইসরায়েল এবং হামাস ছয়বার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছেন।
12هذة المرة، اجتمعت كل من العناصر الإسرائيلية والفلسطينية في القاهرة بمحاولة أخرى للمحادثات.প্রথম তিনটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়।
13تريد حماس من إسرائيل أن ترفع حصار السبع سنوات.সর্বশেষ যুদ্ধবিরতিটি পাঁচদিন স্থায়ী হয়েছিল।
14تريد أيضًا إطلاق صراح ما يقرب من 125 سجينًا سياسيًا رئيسيًا من السجون العسكرية الإسرائيلية.এটিই সামরিক আক্রমণ শুরু হওয়ার পর থেকে গাজাবাসীর পাওয়া সবচেয়ে দীর্ঘ বিরতি।
15ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বার্থান্বেষী গোষ্ঠী আরেক দফায় আলোচনা করতে এবার কায়রোতে মিলিত হয়েছে।
16تشمل مطالب إسرائيل وضع حد للهجمات الصاروخية، التجريد غزة عسكريًا ونزع السلاح من حماس.হামাস চায় ইসরায়েল তাদের উপর থেকে সাত বছরের অবরোধ তুলে নিক।
17أثناء إتهام إسرائيل لحماس بخرق وقف إطلاق النار، أخبرت حماس وكالة معًا الأخبارية، موقع إخباري مستقل في فلسطين، أن إسرائيل “أنهت الهدنة وأعلنت أن ثلاثة صواريخ ضربت إسرائيل، حيث أن حماس ليس لديها أي معلومات عن هذا”، في إشارة لإمكان أن يكون إطلاق الصواريخ الثلاثة تم عن طريق عناصر قتالية فلسطينية أخرى متورطة في هذا الصراع.তারা আরও চায় ইসরায়েলি সামরিক কারাগারে বন্দী প্রায় ১২৫ জন রাজনৈতিক বন্দীকে তারা মুক্তি দিক। আর অন্যদিকে ইসরায়েলের দাবি ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করা হোক, গাজার বেসামরিকীকরণ করা হোক এবং হামাসকে নিরস্ত্রীকরণ করা হোক।
18যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গের জন্য ইসরায়েল যখন হামাসকে দোষারোপ করছে ঠিক তখন হামাসও মা'আন সংবাদ সংস্থাকে বলেছে, “ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে এবং তাদের বিরুদ্ধে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।
19في غضون ساعة من نهاية المفاوضات، أصابت غارة إسرائيلية منزل عائلة الدلو في حي الشيخ رضوان بمدينة غزة.যদিও হামাসের এ সম্পর্কে কোন তথ্য জানা নেই”। উল্লেখ্য মা'আন একটি ফিলিস্তিনি স্বাধীন সংবাদ প্রচারকারী ওয়েবসাইট।
20তাঁর এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন এই যুদ্ধে জড়িত অন্যান্য ফিলিস্তিনি চক্রান্তকারী সামরিক গোষ্ঠী হয়তবা এই তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকতে পারে।
21أخبر مسؤول من حماس - موسى أبو مرزوق - رويترز أن الهجوم على منزل الدلو كان محاولة لاغتيال محمد ضيف، رئيس الجناح العسكري لحركة حماس وكتائب القسام في القطاع.সমঝোতা আলোচনা শেষ হওয়ার এক ঘন্টার মধ্যে গাজা নগরীর পার্শ্ববর্তী শেখ রাদোয়ান এলাকার আল-দালু বাড়িতে একটি ইসরায়েলি বিমান আঘাত হানে।
22হামাসের দাপ্তরিক মুখপাত্র মুসা আবু মারজুক রয়টার্সকে বলেছেন, গুপ্তহত্যা চালানোর উদ্দেশ্যে আল-দালু বাড়িতে হামলা চালানো হয়েছে।
23في حين أن وسائل الإعلام الغربية، ولاسيما فوكس نيوز، إدعت على الفور مقتل ضيف، سرعان ما رفضت حماس هذا الإدعاء عن طريق شبكة الأقصى الفضائية.কেননা গাজাতে অবস্থিত হামাসের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেডের প্রধান মুহাম্মাদ দেইফ বাড়িটিতে বসবাস করেন।
24পশ্চিমা প্রচার মাধ্যম বিশেষ করে ফক্স নিউজ হামলার পরপরই দাবি করেছে যে দেইফ মারা গেছেন।
25قتلت الغارة على منزل ضيف زوجته وطفلته.তাৎক্ষনিকভাবে হামাসের আল-আকসা রেডিও এই দাবি নাকচ করে দিয়েছে।
26نفس المنزل تم استهدافه عام 2012 خلال الهجوم الإسرائيلي السابق على القطاع، مما أسفر عن مقتل 12 شخص.দেইফের বাড়িতে চালানো বিমান হামলাতে দেইফের স্ত্রী এবং বাচ্চা মারা গেছে।
27في وقت كتابة هذا التقرير، بلغ عدد القتلى 2,039 قتيل، منهم 540 طفلًا و75 عائلة.গাজাতে ২০১২ সালে ইসরায়েলের চালানো আক্রমণের সময়ে বাড়িটিকে উদ্দেশ্য করে হামলা করা হয়েছিল। এ হামলায় ১২ জন মারা যায়।
28এই পোস্ট লেখার সময়, গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,০৩৯ জনে, যাদের মধ্যে ৫৪০ জন শিশু।
29ইসরাইল গত ৮ জুলাই তারিখ থেকে ৪০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় স্ট্রিপে ব্যাপক আক্রমণ চালিয়ে আসছে, যার ফলে ৬,৭৮০ জনেরও অধিক মানুষ আহত হয়েছে।
30إثنان وسبعون في المئة من الفلسطنيين الذين قتلوا في هذا الإعتداء من المدنيين، وفقًا للأمم المتحدة فقد قد قصفت إسرائيل أحياءً سكنية، مدارس، ملاعب، مستشفيات، ملاجئ ومخيمات للاجئين.স্কুল, খেলার মাঠ, হাসপাতাল, আশ্রয়কেন্দ্র এবং শরণার্থী শিবিরে ইসরাইল বোমাবর্ষণ করেছে। গাজায় নিহত চার জনের মধ্যে তিন জনই বেসামরিক নাগরিক।
31تقول بعض التقديرات أن 40 في المئة من المناطق الحضرية في قطاع غزة قد حولت إلى ركام.২৮ জুলাই তারিখে ইসরাইল গাজার একমাত্র পাওয়ায় প্ল্যান্টটি আক্রমণ করে, যার ফলে ১.
32هاجمت إسرائيل محطة توليد الكهرباء الوحيدة في قطاع غزة في 28 يوليو / تموز، وإنغمر القطاع المزدحم ب 1.8 مليون شخص في الظلام في حين تضاعف الضغط على شبكتي المياه المحدودة أصلًا والصرف الصحي.৮ মিলিয়ন মানুষের ঘনবসতিপূর্ণ স্ট্রিপটি অন্ধকারে নিমজ্জিত হয়। কায়রো শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার কারন হিসেবে ইসরায়েল হামাসের সন্ত্রাসী আচরণকে দায়ী করেছে।
33كسبب لفشل المحادثات في القاهرة، تتهم إسرائيل حماس بالإرهاب في حين إتهمت حماس إسرائيل بفشلها في عدم التمسك بتعهداتها.অন্যদিকে হামাস ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে।
34أعلنت وكالة معًا، “طالب وفد المفاوضات الفلسطيني مرارًا وتكرارًا أن وقف إطلاق النار الدائم لن يتحقق إلا من خلال رفع الحصار الإسرائيلي الذي دام ثماني سنوات على قطاع غزة”، يعتبر الحصار غير قانوني وفقًا للقانون الدولي، تم وصفه عن طريق اللجنة الدولية للصليب الأحمر بأنه “فرض عقاب جماعي فيه إنتهاك واضح لتعهدات إسرائيل بموجب القانون الدولي الإنساني”.মা'আন সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, “সমঝোতা আলোচনাতে অংশ নেয়া ফিলিস্তিনি প্রতিনিধিরা বার বার দাবি করেছেন যে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আট বছরের দীর্ঘ অবরোধ তুলে নেয়ার মাধ্যমেই কেবল দীর্ঘস্থায়ী একটি যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব”। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অবরোধ একেবারেই অবৈধ বলে বিবেচিত।
35تعتبر معظم دول العالم والأمم المتحدة غزة والضفة الغربية مناطق محتلة من قبل إسرائيل. هذة هي العملية الحربية الإسرائيلية الثالثة في غزة في ظرف ست سنوات.রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির উদ্ধৃতি দিয়ে তারা বলেছেন, “নির্বিচারে সকলের উপর শাস্তি আরোপ করা আন্তর্জাতিক মানবতা আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতার স্পষ্ট লঙ্ঘন”।
36تابع تغطيتنا المفصلة: Gaza# : تصاعد عدد القتلى المدنيين في الهجوم الإسرائيلي.গত ছয় বছরের মধ্যে গাজায় এটি ইসরাইলের তৃতীয় সামরিক হামলা।
37ইসরায়েল গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনি অঞ্চলে ব্যপক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, তাই অধিকাংশ বিশ্ববাসী এবং জাতিসংঘ স্থানটি ইজরায়েল দ্বারা “দখল” বলে বিবেচনা করে।