Sentence alignment for gv-ara-20130430-29587.xml (html) - gv-ben-20130427-36272.xml (html)

#araben
1الأحمديون يقاطعون الانتخابات القادمة في باكستانপাকিস্তানের আসন্ন নির্বাচন বর্জন করছে আহমাদিরা
2قررت طائفة الأحمدية في باكستان التي ينتمي إليها أكثر من 200 ألف عضو، مقاطعة الانتخابات القادمة، تم اتخاذ هذا القرار بالمقاطعة للاحتجاج على تمييز الدولة ضد الطائفة الأحمدية التي تقاطع الانتخابات منذ عام 1985 عندما تم وضع المصوتين الأحمديين داخل قائمة الأقليات الدينية.২,০০,০০০ সদস্য নিয়ে গঠিত পাকিস্তানের আহমাদি সম্প্রদায় আসন্ন নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রদায়টির প্রতি রাষ্ট্রের বৈষম্যের প্রতিবাদে তাঁরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
3আহমাদি ভোটারদের ধর্মীয় সংখ্যালঘুদের তালিকায় রাখার প্রতিবাদে সেই ১৯৮৫ সাল থেকেই তাঁরা নির্বাচন প্রক্রিয়া বর্জন করে আসছে।
4২০০০ সালে পাকিস্তান সরকার আহমাদি ভোটারদের জন্য আলাদা তালিকা প্রণয়ন করার সিদ্ধান্ত নেয়।
5আগামী মে মাসের ১১ তারিখের নির্বাচনের জন্য পাকিস্তানের নির্বাচন কমিশন আহমাদি সম্প্রদায়ের সদস্যদের ঠিকানা সম্বলিত এই তালিকা হালনাগাদ ও প্রকাশ করেছে।
6بالعودة إلى عام 2002، حيث قررت الحكومة الباكستانية آنذاك إصدار قائمة منفصلة بالمصوتين الأحمديين، هذه القوائم تم تحديثها (من أجل الانتخابات المزمع إجرائها في 11 مايو المقبل) لتشمل عناوين أعضاء الطائفة الأحمدية.অতীতে আহমাদিদের মালিকানাধীন সম্পত্তির উপর বহুবার আক্রমণ করা হয়েছে। সুতরাং ঠিকানার তালিকাটি এই সম্প্রদায়ের সদস্যদের বিশাল ঝুঁকিতে রেখেছে।
7في الماضي حدثت عدة هجمات على ممتلكات لأعضاء الطائفة الأحمدية، مما يجعل من وجود عناوينهم في تلك القوائم خطراً كبيرا عليهم.পাকিস্তানি পতাকার সাদা অংশ সংখ্যালঘুদের নির্দেশ করছে। ছবিঃ আহমেদিয়া টাইমস
8اللون الأبيض في العلم الباكستاني يدل على الأقليات الدينية الصورة من: Ahmeddiya Timesএকজন উল্লেখযোগ্য পাকিস্তান ব্লগার কিডভাই দেশের এই অবস্থায় ‘কি - আমি চিন্তিত?'
9تعليقا على هذه الأحداث، كتب المدون الباكستاني المعروف كيدفاي مقالا قصيراً بعنوان “ماذا يقلقني؟”নামের একটি পোস্ট লিখে মন্তব্য করেছেন।
10حيث قال:-তিনি লিখেছেনঃ
11সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফ এর শাসনের সময় নির্বাচন সংক্রান্ত বৈষম্যমূলক আইন চালুর ফলে আহমাদিরা অবাধে ভোট দিতে পারত না।
12لا يمكن للأحمديين التصويت بحرية في باكستان بسبب الإجراءات التمييزية التي وضعت في القوانين المتعلقة بالانتخابات وبلغت ذورتها خلال فترة حكم الديكتاتور السابق برفيز مشرف، الذي ركع لمطالب الإسلاميين (كما فعلت بوتو)، حيث أصدر قراراً واجب النفاذ يمنع الأحمدية من المشاركة في العملية الانتخابية.তিনি ইসলামবাদীদের চাহিদার প্রতি নত ছিলেন (জেডএ ভুট্টো যেমনটি করেছিলেন!) এবং একটি রাষ্ট্রপতি আদেশ জারি করেন, যেটি কার্যকরভাবে আহমাদিদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত রাখে।
13২০০২ সালের ১৫ নং নির্বাহী আদেশের মাধ্যমে দেশের যৌথ ভোটার তালিকা থেকে আহমাদিদের বাদ দেওয়া হয়।
14ফলে তাঁদের একটি সম্পূরক ভোটার তালিকা নিবন্ধন এবং ইসলামী মতবাদের উপর তাদের বিশ্বাস ত্যাগ করার একটি ঘোষণা পত্রে স্বাক্ষর করা অপরিহার্য হয়ে পড়ে।
15القرار واجب النفاذ رقم 15 لعام 2002 استثنى الأحمدية من الإدراج في القائمة العامة للمصوتين، ملزما إياهم بالتسجيل في قائمة فرعية، ويوجب عليهم التوقيع على إقرار للتخلي عن إيمانهم بمعتقداتهم الإسلامية.[Executive Order No. 15 of 2002 excluded Ahmadis from the country's joint voter roll, requiring they be registered on a supplementary voter roll, and necessitated that Ahmadis must sign a declaration to renounce their faith in Islamic tenets.]
16أصوات باك (@PakVotes) - وهي مبادرة لمراقبة الانتخابات - قد أطلقت مؤخرا نقاشا على تويتر حول هذه الأزمة.সম্প্রতি টুইটারে পাক ভোট (@পাকভোট) নামের একটি নির্বাচন পর্যবেক্ষণ উদ্যোগ এই বিষয়ে আলোচনা করেছে।
17كتبت المبادرة على حسابها يوم الثاني والعشرين من إبريل/ نيسان:অ্যাকাউন্টটি এপ্রিলের ২২ তারিখে পোস্ট করা হয়েছেঃ
18ما يقارب الـ200,000 مائتي ألف عضوٍ من طائفة الأحمدية سوف يقاطعون الانتخابات احتجاجاً على معاملة الحكومة لهم #PakVotes.@পাকভোটঃ কর্তৃপক্ষের হস্তক্ষেপের প্রতিবাদে প্রায় ২,০০,০০০ সদস্য বিশিষ্ট আহমাদি সম্প্রদায় এবারের নির্বাচন বর্জন করবে।
19Via @dawn_com#পাকভোট এর মাধ্যমে। @ডন_কম
20وكرد فعل، قام أحد المستخدمين بإطلاق موجة من التعليقات المسيئة لطائفة الأحمدية، حيث كتب @iAtifAli في أحد تغريداته قائلا:-এর জবাবে একজন অনলাইন ব্যবহারকারী আহমাদি সম্প্রদায়ের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন। তিনি (@আইঅ্যাটএফআলী) তাঁর একটি টুইটে লিখেছেনঃ
21@আইঅ্যাটএফআলীঃ @পাকভোট @ডন_কম, খুব ভালো … ঈশ্বরের অভিশাপ এই ব্যক্তিদের উপর পড়বে, আমাদের কাছে তাঁরা মূল্যহীন।
22@PakVotes@ dawn_com هذا شيء رائع، اللهم اجعل اللعنة على هؤلاء القوم، نحن لا نحتاجهمদুঃখজনকভাবে, এই আচরণ পাকিস্তানের অধিকাংশ জনগনের মধ্যে প্রতিফলিত হয়েছে।
23للأسف، ينعكس هذا السلوك على الأغلبية من سكان باكستان، حيث يعامل الأحمدية على أنهم غير مسلمين وغالباً ما يتعرضون للعنف على أيدي الغالبية من السكان.এ কারণে আহমাদিদের অমুসলিম হিসেবে গণ্য করা হয় এবং প্রায়ই সাধারণ মানুষের হাতে তাঁরা সহিংসতা ভোগ করে।
24في الماضي أخذت بعض هذه الحوادث اهتمام الصحفيين الباكستانيين، ولكنه على أي حال من الأحوال لا يبدو أن الحكومة قادرة أو حتى ترغب في مواجهة هذه المشكلة.অতীতে এই ধরনের অসংখ্য ঘটনা সাংবাদিকরা গণমাধ্যমে তুলে ধরেছেন। যাই হোক, রাষ্ট্র হয় অসমর্থ অথবা এই বিষয় পর্যালোচনা করতে অনিচ্ছুক।
25كان عمران خان قد أكد في وقت سابق أن حزبه (المسمى بـ: حركة الإنصاف الباكستانية) سوف يعمل لتوفير بيئة آمنة تحفظ حقوق الأقليات وتساوي في الحقوق بين الجميع.ইমরান খান সম্প্রতি বিবৃত দিয়েছেন, তার দল পিটিআই, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা এবং সকলের সমান অধিকার প্রদানে কাজ করবে।
26بالرجوع لما قاله خان؛ فإن حزبه يعمل من أجل توفير العدالة للجميع، إلا أنه ليس أمامنا إلا الانتظار لنرى هل سيتمكن خان من تحقيق هذه الوعود مع حزبه اليميني أم لا.তিনি বলেন, পিটিআই সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষে প্রতিষ্ঠিত। যাইহোক, খান তাঁর এই দাবী শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।