Sentence alignment for gv-ara-20131011-31381.xml (html) - gv-ben-20131010-39438.xml (html)

#araben
1عبر عن نفسك: يوم التدوين عن حقوق الإنسان! حقوق الإنسان - من تصوير Catching.নিজেকে প্রকাশ করুন: মানবাধিকারের উপর ব্লগ কর্ম দিবস!
2Light على فليكر، مستخدمة تحت رخصة المشاع الإبداعيমানবাধিকার দিবসে ফ্লিকারে আলোকিত হবার একটি ছবি।
3منذ عام 2007 يستمر موقع Blog Action Day أو “يوم التدوين من أجل قضية” في دعوة العديد من المدونين حول العالم للكتابة على لوحة المفاتيح: عن يوم معين، موضوع معين، آلاف من الأصوات.সেই ২০০৭ সাল থেকেই ব্লগ কর্ম দিবস বিশ্বব্যাপী বিভিন্ন স্থানের ব্লগারদের একটি মূলমন্ত্রের উপর আসার আহ্বান জানিয়েছেঃ এক দিন, এক বিষয়, হাজার হাজার আওয়াজ।
4موضوع هذا العام هو حقوق الإنسان - والتاريخ يوم 16 أكتوبر / تشرين الأول.এই বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানবাধিকার - এবং দিনটি হচ্ছে ১৬ অক্টোবর।
5يشترك المدونون، عبر الكتابة والصوت والفيديو، وكل أنواع التدوين، في إلقاء الضوء على موضوع مهم على مستوى العالم - وما الأفضل في مجال إبراز موضوع حقوق الإنسان من اقتباس المادة 19 للإعلان العالمي لحقوق الإنسان: “لكل شخص الحق في حرية الرأي والتعبير”.ব্লগার, পডকাস্টার এবং অন্যদের যৌথ প্রচেষ্টায় সেখানে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুকে তুলে ধরা হবে - এবং একজনকে ব্যবহারের চেয়ে মানবাধিকারকে তুলে ধরার ক্ষেত্রে আর কি ভাল উপায় হতে পারে: “প্রত্যেকেরই মতামত পোষণ এবং মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।”( মানবাধিকার ঘোষণা, প্রবন্ধ ২০)
6وفي الأصوات العالمية كثيراً ما نناقش في حقوق الإنسان، خاصة ما يتعلق بالحجب والمراقبة وحرية التعبير على الإنترنت.গ্লোবাল ভয়েসেসে আমরা প্রায়ই মানবাধিকার, বিশেষ করে সেন্সরশিপ, নজরদারি এবং অনলাইনে বাক স্বাধীনতার সম্পর্ক নিয়ে আলোচনা করি।
7আমরা একটা বিষয় সম্পর্কে চিন্তা এবং কথা বলার জন্য একটি দিনকে উত্সর্গ করার অপেক্ষায় থাকলাম যেটি এখনও প্রাসঙ্গিকতা হারায়নি বলে মনে হয়।
8نتطلع قدماً غلى تخصيص يوم عن هذا الموضوع والذي لا يفقد ارتباطه بحياتنا اليومية أبداً.২০১৩ সালে ১১৪ টি দেশ থেকে ১,৩৭৭ টি ব্লগ এ পর্যন্ত ​​ব্লগ ​​অ্যাকশন ডে'তে অংশ নিতে নিবন্ধিত হয়েছে।
9حتى الآن سجل لهذا اليوم أكثر من 1377 مدونة من 114 دولة، سجل مدونتك اليوم وانضم للحوار العالميّ!আজই আপনার ব্লগ নিবন্ধন করুন এবং বিশ্বব্যাপী কথোপকথনে যোগ দিন! এই বছরের জন্য ট্যাগগুলো হচ্ছে #বাড১৩, #মানবাধিকার, # ১৬অক্টোবর।
10وسومات هذا العام ستكون #BAD13، #HumanRights، #Oct16. وكالمعتاد مثل كل عام، سنقوم بعمل قائمة بمشاركات مؤلفي الأصوات العالمية حول العالم - انتظرونا!স্বাভাবিকভাবেই, আমরা সারা বিশ্বের গ্লোবাল ভয়েসেসের লেখকদের অবদানসমূহের তালিকা প্রস্তুত করা যাবো - সঙ্গে থাকুন!