# | ara | ben |
---|
1 | خطف الصحفي السوري عبد الوهاب الملا في حلب المحررة | বিমুক্ত আলেপ্পো থেকে অপহৃত হলেন সিরিয় সাংবাদিক আবদুলওহাব মোল্লা |
2 | اختطف المواطن الصحفي الساخر عبد الوهاب الملا، 24 عاماً، من منزله في منطقة حلب المحررة من قبل مسلحين ملثمين مجهولين في 8 أكتوبر/تشرين الأول 2013 حسب ما أوردته شبكة أخبار حلب في تحديث على فيسبوك. | ২৪ বছর বয়সী নাগরিক সাংবাদিক ও বিদ্রুপাত্মক সাহিত্য-রচয়িতা আবদুলওহাব মোল্লাকে গত ৮ অক্টোবর তারিখে আলেপ্পোর বিমুক্ত এলাকায় তার বাড়ি থেকে অপহরণ করা হয়েছে। |
3 | الخبر أورد أيضاً نداء إلى جميع الجماعات المتمردة، الجهات القضائية وألوية الجيش السوري الحر للمساعدة في تحديد خاطفيه والمطالبة بالإفراج عنه فوراً: | ফেইসবুকে একটি আপডেটের মাধ্যমে হালাব নিউজ নেটওয়ার্ক রিপোর্ট করেছে কিছু অজ্ঞাত মুখোশপড়া বন্দুকধারীর দ্বারা তিনি অপহরণের শিকার হন। |
4 | | এছাড়াও আরবি পোস্টটি তার অপহরণকারীকে চিহ্নিত করতে সাহায্য করার জন্য সমস্ত বিদ্রোহী গ্রুপ, বিচার বিভাগীয় সত্ত্বা এবং ফ্রি সিরিয় সেনাবাহিনীর ব্রিগেডসহ সবার কাছে আহ্বান করে তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। |
5 | شبكة حلب نيوز هـــام : مجموعة مسلّحة تختطف شمعة الإعلام الحر في حلب “عبد الوهاب المُلا” أحد أبرز أعضاء “شبكة حلب نيوز”. | এটি লিখেছে [আরবি]: জরুরী: আলেপ্পো নিউজ নেটওয়ার্ক: একটি সশস্ত্র দল আলেপ্পোর মুক্ত গণমাধ্যমের বাতিঘর এবং এই নেটওয়ার্কের একজন বিশিষ্ট সদস্য আবদুলওহাব আল মোল্লাকে অপহরণ করেছে। |
6 | شبكة حلب نيوز تطالب الجهة الخاطفة بإطلاق سراحه أو الكشف عن هويتها ومطالبها، وتناشد جميع ألوية وكتائب الجيش الحر والثوار والهيئات الشرعية والقضائية بالتحرك والسعي قدماً نحو معرفة الجهة الخاطفة وإطلاق سراحه على العجل | যারা তাকে অপহরণ করেছে নেটওয়ার্কটি সেই দলের কাছে অবিলম্বে তাকে মুক্তি দেয়ার জন্য আহ্বান জানাচ্ছে। তাদের প্রতি অনুরোধ আপনার নিজেদের পরিচয় দিন এবং নিজেদের দাবীর কথা বলুন। |
7 | ذكر شكيب الجابري -من بيروت ومدير تحرير شباب سورية في صحيفة الأيام- على تويتر أن الملا “هو أحدث ضحية للعنف ضد الصحافة”، حيث لم يُحدد خاطفيه بعد: | আমরা ফ্রি সিরিয় সেনাবাহিনীর সকল ব্রিগেড, বিদ্রোহীদের এবং বিচার বিভাগীয় সত্ত্বাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা অপহরণকারীদের চিহ্নিত করে অবিলম্বে তার মুক্তির ব্যবস্থা করুন। |
8 | لم يتم التعرف على خاطفي @tabosho بعد ولكنهم “ملثمين وملتحين” وتنظيم دولة الشام والعراق هو المشتبه به الرئيسي. | বৈরুত-ভিত্তিক শাকিব আল যাবরি, আল আয়েম সংবাদপত্রের নির্বাহী সম্পাদক শাবাব সউরি টুইটারে রিপোর্ট করেছেন, মোল্লা হচ্ছেন “প্রেস বিরোধী সহিংসতার সর্বশেষ শিকার”। |
9 | الملا معروف بعرضه الكوميدي على يوتيوب بعنوان “ثورة 3 نجوم” الذي يوثق النضالات اليومية التي تواجه المواطنين الحلبيين خلال الاضطرابات. | তার অপহরণকারীদের চিহ্নিত করতে হবে: @তাবশো এর অপহরণকারীদের এখনো চিহ্নিত করা হয়নি, কিন্তু “মুখোশধারী এবং শ্মশ্রুধারী” হিসেবে অভিহিত করা হয়েছে। |
10 | يغني أيضاً، ويبعث تقارير من خط المواجهة، ويوظف مهاراته في الرسم في الخطاب السياسي. | প্রাথমিকভাবে আইএসআইএল'কে সন্দেহ করা হচ্ছে। #সিরিয়া |
11 | | মোল্লা তাঁর “৩ তারকা বিপ্লব” নামের জনপ্রিয় ইউটিউব কমেডি শো'র জন্য পরিচিত, যেটি আলেপ্পিয়ান নাগরিকদের অস্থিরতার সময় মুখোমুখি দৈনিক সংগ্রামের একটি নথি। |
12 | بالرغم من تشهيره بحوادث الاختطاف في أشرطة الفيديو، الآن هو ضحية انتشار حالات الاختطاف في حلب وجميع أنحاء البلاد. | এছাড়াও তিনি গান করেন, সম্মুখ থেকে রিপোর্ট করেন এবং রাজনৈতিক আলোচনায় তার গ্রাফিক নকশার দক্ষতা প্রয়োগ করেন। |
13 | عملية خطفه هي جزء من سلسلة من عمليات الخطف التي تستهدف الصحفيين، وتحديداً أولئك الذين يفضحون الجرائم التي يرتكبها المتطرفون في المناطق غير الخاضعة لسيطرة الحكومة السورية. | যাই হোক, তিনি তার ভিডিওতে এই ধরনের অপহরণ ঘটনার সমালোচক হিসেবে পরিচিত, তিনি এখন যেমনটির শিকার। তারা আলেপ্পোতে এবং সেই সাথে দেশ জুড়ে কুখ্যাত হয়েছেন। |
14 | تعليقاً على خطف الملا، صرح مذيع الغد العربي موسى عمر خلال الجزء الأخباري أنه “من العار أن تكون المناطق التي يسيطر عليها النظام أكثر حرية وسلامة من المناطق المحررة”. | তার অপহরণের ঘটনা সাংবাদিকদের লক্ষ্য করে ভবিষ্যতে অপহরণের সিরিজকেই ইঙ্গিত দিচ্ছে। বিশেষভাবে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অঞ্চলের বাইরে চরমপন্থীদের দ্বারা কৃত অপরাধ যারা উদ্ঘাটন করে চলেছেন। |
15 | | মোল্লার অপহরণের উপর করা মন্তব্যে আল ঘাদ আল আরাবি'র খবর নোঙ্গর মুসা ওমর নীচের খবরের অংশের সময় আরবিতে বিবৃত দিয়েছেন, “এটা লজ্জার যে সরকার নিয়ন্ত্রিত এলাকায় মুক্ত অঞ্চলের চেয়ে বেশী স্বাধীনতা এবং নিরাপত্তা রয়েছে।” |
16 | | বিদেশে যখন কিছু লোক ফেসবুক পেজ ও টুইটারে হ্যাশট্যাগ তৈরি করে তার মুক্তির জন্য ভার্চুয়াল আন্দোলন শুরু করেছেন, তখন অন্যরা তাঁর জন্য উদ্বেগ প্রকাশ করে তার নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন। |
17 | في حين بدأ من بات خارج البلاد بحملة افتراضية للإفراج عنه بإنشاء صفحات فيسبوك ووسوم تويتر، أعرب آخرون عن قلقهم ودعواتهم لسلامته. | মোল্লার প্রতি সমর্থন জানিয়ে আঁকা শিল্পকর্ম দিয়ে সিরিয়ার শিল্পী জাওয়াদ টুইট করেছেন: |
18 | على الرغم من مشاركته من خلال العمل الفني، غرد الفنان السوري جواد أن ملا هو: | আমার দেখা সবচেয়ে দীপ্তি শীল এবং মজাদার একজন মানুষ তিনি। দয়া করে, নিরাপদে ফিরে আসুন। |
19 | واحدة من النفوس الأكثر اشعاعاً وطرافة قد التقيتها من أي وقت مضى. | জাওয়াদের শিল্পকর্মটি মোল্লার লিখা “মা, ও ‘মা” গানটি দ্বারা অনুপ্রাণিত। |
20 | اتمنى عودتك سالماً أبو صطيف. عمل جواد الفني مستوحى من خلال أغنية الملا بعنوان “يما ويا يما“. | সেখানে আরবি অক্ষরে লিখা আছে,”মা, ও ‘মা, তারা আমাকে অপহরণ করেছে”, যেটি তাঁর গানের লাইন থেকে নেওয়া হয়েছে। |
21 | غرد أحمد قلعجي-وهو طالب سوري مقيم في كندا- قائلاً أن صوت الملا هو “صوت العقل في حلب” وطالب باطلاق سراحه: | এছাড়াও কানাডা ভিত্তিক একজন সিরিয় ছাত্র আহমদ কালাজি টুইট করে বলেছেন যে, মোল্লার কণ্ঠস্বর হচ্ছে “আলপ্পোতে শব্দের কারণ”। |
22 | عندما يتم التعامل مع صوت العقل كخيانة. | শিক্ষার্থীটি তার মুক্তির দাবি জানিয়েছে: |
23 | الحرية لعبد الوهاب الملا، صوت العقل في حلب. يعتبر الملا في عداد المفقودين. | যখন সঙ্গীতের মাধ্যমে হক কথা বলাকে দেশদ্রোহিতা ধরা হয়। |
24 | وقد طلب النشطاء المساعدة بمعرفة مكان وجوده بالاتصال بقريبه من خلال صفحة فيسبوك المخصصة لملا. | আব্দুলওয়াহাব আলমাল্লার মুক্তি আলেপ্পোতে হক কথা। মোল্লা গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। |
25 | | সমর্থক বৃন্দের মধ্যে যদি কেউ তার হদিস জানতে পারেন তবে দয়া করে এই ফেসবুক পাতার মাধ্যমে তার চাচাতো ভাই এর সাথে যোগাযোগ করুন, যিনি মোল্লার জন্যই পাতাটি খুলেছেন। |