Sentence alignment for gv-ara-20090501-1368.xml (html) - gv-ben-20090417-2405.xml (html)

#araben
1العالم بحسب أميমার চোখে বিশ্ব
2ماذا تعتبر الأمهات المدونات في أنحاء العالم أفضل خمس أشياء حول الأمومة؟বিশ্বের চারদিকে যেসব মা ব্লগ করছেন তারা মা হওয়ার পাঁচটা সব থেকে ভালো দিক হিসেবে কি কি মনে করেন?
3قامت الأصوات العالمية بالتعاون مع كاثرين كونّورز (المعروفة بـ أمها السيئة) [جميع الروابط بالانكليزية] في كندا لطرح هذا السؤال وتشجيع الأمهات المدونات في جميع أنحاء العالم بالتواصل مع بعضهن بعضاً ووضع روابط للمدونات الأخريات على مدوناتهن .কানাডীয় ব্লগ হার ব্যাড মাদার খ্যাত ক্যাথেরিন কনোর্স এর সাথে গ্লোবাল ভয়েসেস একত্র হয়েছে সারা বিশ্বে মা- ব্লগারদের কাছে এই প্রশ্ন করার জন্য আর তাদেরকে একে অপরের সাথে সংযুক্ত হতে উৎসাহিত করতে।
4استجابت أكثر من 85 مدونة في 26 بلداً حتى الآن.এই পর্যন্ত ২৬টা দেশের ৮৫ জনের বেশী ব্লগার সাড়া দিয়েছেন।
5ومازلنا نبحث عن المزيد.কিন্তু আমরা আরো মা ব্লগার খুঁজছি।
6بدأت كاثرين بهذه التدوينة التي عرفت فيها بالفكرة:ক্যাথেরিন এই পোস্ট দিয়ে শুরু করেছেন, চিন্তাটির প্রেক্ষাপট সম্পর্কে বর্ণনা করে:
7قبل بضعة أشهر سألني صديقي ديفيد عما إذا كنت أظن أنه من الممكن السفر حول العالم عن طريق المدونات.কয়েক মাস আগে, আমার বন্ধু ডেভিড আমাকে জিজ্ঞাসা করেছিল যে ব্লগের মাধ্যমে বিশ্ব ভ্রমণ করা সম্ভব কিনা ।
8حيث قال: “مثل حول العالم في ثمانين يوماً، ولكن على الإنترنت.”যেমন ৮০ দিনে বিশ্বের চারদিকে ভ্রমণের মতো,” সে বলেছিল, “কিন্তু ইন্টারনেটে।
9حول العالم في ثمانين نقرة بالفأرة، ثمانين أم تقوم بالتدوين!”বিশ্বের চারদিকে ৮০টা ক্লিকে। ৮০টা মা-ব্লগারের ব্লগে ক্লিক!”
10أجبت “لا أدري، ولكنها تبدو فكرة رائعة وجديرة بالمحاولة.”আমি বলেছিলাম, ”আমি জানিনা। কিন্তু এটা অবশ্যই চেষ্টা করে দেখার মতো মজার একটা জিনিষ হবে।”
11أجاب “رائع، وإذا كان بالإمكان زيارة أمهات في مختلف أنحاء العالم بشكل افتراضي، فعن ماذا سترغبين بالتحدث إليهم؟”“ভালো। আর যদি তুমি যেতে পারো, ভার্চুয়ালি, বিশ্বে চারদিকের মায়েদের কাছে, তাদের সাথে কোন বিষয়ে কথা বলতে চাইবে?”
12কিছু মর্মভেদী লেখার মধ্যে আছে ভারতের হিপ হপ গ্রান্ডমা যিনি বর্ণনা করেছেন তার বাচ্চাদের জন্য তার ভালোবাসা কেমন করে পাল্টিয়েছে আর তিনি নিজের পরিবারের সাথে কেমন করে সম্পৃক্ত হন।
13من بين أكثر المشاركات إثارة هناك جدة الهيب هوب والتي تصف كيف غيّر حبها لأطفالها كيفية رؤيتها لنفسها ضمن عائلتها؛ والمدونة البوليفية كبسولة الزمن تكتب (بالإنكليزية والإسبانية) عن القوى الخارقة التي اكتسبتها بشكل فوري عبر الأمومة مثل “السمع الليلي الخارق” و”القدرة على التنبؤ بالمستقبل”؛ ولمسني ملاك وهي أمٌّ مدونة فلبينية تكتب “خطاب تخرّج” لنفسها حول الإنجاز المتمثل بكونها أماً لثلاثة أطفال رائعين.বলিভিয়ার ব্লগার ক্যাপ্সুলা দেল তিয়েম্পো লিখেছেন (ইংরেজী আর স্প্যানিশে) মাতৃত্বের সাথে সাথে তিনি যে অতিমানবীয় ক্ষমতা পেয়েছেন সে সম্পর্কে, যেমন ‘রাতে সুপারসনিক শোনার ক্ষমতা' আর ‘ ভবিষ্যৎ বলার ক্ষমতা'। আর ফিলিপিনো মা ব্লগার টাচড বাই এন এঞ্জেল নিজের জন্য একটা ‘গ্রাজুয়েশন বক্তব্য' লিখেছেন তিনটা সুন্দর বাচ্চার মা হওয়ার পরে।
14قام كاتبو الأصوات العالمية بالمساعدة في التعرف على أمهات مدونات من جميع أنحاء العالم، وفام صديق كاثرين، ديفيد ويسكوت الموجود في الولايات المتحدة بقيادة عملية الاتصال بهن وقام بوضع روابط لكل مدوناتهن على مدونته الخاصة: هذه ليست محاضرة.গ্লোবাল ভয়েসেস এর লেখকরা বিশ্বে চারদিকের ব্লগিং করা মাদেরকে চিহ্নিত করতে সাহায্য করেছেন, আর ক্যাথেরিনের আমেরিকান বন্ধু ডেভিড ওয়েসকট অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের সাথে যোগাযোগ করার আর তার নিজের ব্লগ ইট ইজ নট এ লেকচার এ অংশগ্রহণকারী সব মায়েদের লিন্ক সংকলন করেছেন।
15وكتب في ثاني تحديثة من أصل أربع تحديثات (حتى الآن):এই পযর্ন্ত তার চারটে লেখার মধ্যে (এখন পর্যন্ত) দ্বিতীয় লেখায় তিনি লিখেছেন:
16إن هذا يقلع بالفعل.এই জিনিষ আসলেই এগিয়ে যাচ্ছে।
17منذ أن أطلقت كاثرين مبادرة الأمهات العالمية وجدت حوالي 40 تدوينة من 14 بلداً مختلفاً.ক্যাথিরিন গ্লোবাল মাদের মীম শুরু করার পর থেকে, আমি প্রায় ১৪টা আলাদা দেশের মায়েদের কাছ থেকে ৪০টির মতো পোস্ট পেয়েছি।
18وتم التواصل مع أمهات من ست دول أخرى على الأقل وقامت مجموعة من الأمهات الأمريكيات الكوريات يسمين أمهات كيمتشي بتمرير النداء إلى المدونات الكوريات للمشاركة.প্রায় অর্ধ ডজন দেশের মায়েরা এরই মধ্যে ট্যাগড হয়েছেন, আর কিমচি মামাস নামে একটা কোরিয়ান- আমেরিকান মায়েদের দলগত ব্লগ কোরিয়ান ব্লগারদের অংশগ্রহনের আহ্বান জানিয়েছে।
19يتم حفظ عناوين التدوينات وتصنيفها حسب الدولة في صفحة 80clicks على delicious.পোস্টগুলো বুকমার্ক করে দেশ ভিত্তিক ট্যাগ করা হয়েছে ৮০ক্লিক এর মজার পাতায়।
20ستزداد صعوبة متابعة كل ما يحصل، ولذلك إذا أردت المشاركة وأردتي أن تضافي إلى القائمة يرجى أن تتركي تعليقاً هنا أو على تدوينة كاثرين حتى نستطيع التحقق من رغبتك بالمشاركة.সবকিছুর নিশানা রাখা কঠিন হয়ে পড়বে, তাই আপনি যদি অংশগ্রহণ করছেন আর তালিকায় অন্তর্ভুক্ত হতে চান এখানে বা ক্যাথেরিনের পোস্টে মন্তব্য করুন যাতে আমরা নিশ্চিত হতে পারি যে আপনাকে প্রতিনিধিত্ব করা হচ্ছে।
21وبعد عدة أيام كتب ديفيد في تحديثته الرابعة:কয়েক দিন পরে ডেভিড তার চতুর্থ আপডেটে লিখেছেন:
22إن الزخم يزداد في مبادرة الأمهات العالمية والتي بدأت مع مدونة أمّها السيئة.গ্লোবাল মা মীম এগিয়ে চলেছে যা হার ব্যাড মাদার ব্লগে শুরু হয়েছিল।
23لقد وجدت أكثر من 85 أم في 26 بلداً يتشاركن ما يحببنه حول كونهن أمهات.আমি ২৬টা দেশে ৮৫টার বেশী মায়ের ব্লগ পেয়েছি যারা জানিয়েছেন মা হওয়ার ব্যাপারে তারা কি ভালোবাসেন।
24وهذه هي الإضافات التي وجدتها، وأؤكد على “وجدتها” لأنني شبه متأكد من أنه توجد عدد من التدوينات التي لم أجدها بعد…এখানে আমি আর যা পেয়েছি অতিরিক্ত তা দেয়া হলো- আর আমি জোর দিয়ে বলছি “আমি পেয়েছি” কারন আমি নিশ্চিত যে বেশ কয়েকটা পোস্ট আমি এখনো পাইনি…
25… المدونات الأمريكيات في الخارج هن الأغلبية المشاركة الآن ولذلك مازلت أحاول إيجاد المعيار الصحيح للدول.… এই মীমে আধিপত্য আছে [আমেরিকান] প্রবাসী ব্লগারদের তাই আমি দেশের ঠিক অবস্থান খোঁজার চেষ্টা করছি।
26في هذه الحالة كل المدونات في إيطاليا والبحرين والمغرب هن أمريكيات، ومن المدونات في كوريا هناك واحدة كندية على الأقل، ولكن لسبب من الأسباب جميعهن يملكن شيئاً يقنعني أنه من المقبول أن أدرجهنّ في ذلك البلد.এই ক্ষেত্রে ইটালি, বাহরাইন আর মরোক্কোর ব্লগাররা সবাই আমেরিকান, আর কোরিয়ার অন্তত একজন ব্লগার কানাডীয়- কিন্তু তাদের সবার ক্ষেত্রেই কিছু আছে যাতে আমার মনে হয় তাদের ওই দেশে তালিকাভুক্ত করতে অসুবিধা নেই।
27বিশ্বে চারদিকের গ্লোবাল ভয়েসেস এর পাঠকরা: আপনারা আমাদেরকে সাহায্য করুন আরো বেশী বিশ্ব ব্লগারদের এই মীমে আনতে।
28يا قراء الأصوات العالمية من جميع أنحاء العالم: ساعدونا بضم المزيد من المدونات إلى هذه المبادرة بكتابة تدوينة في أي لغة كانت على مدونتك الخاصة حول أكثر خمسة أشياء تحبونها في الأمومة (أو الأبوة!) وضموا أصدقاءكم وأضيفوا globalmoms# إلى مدوناتكم وتحديثاتكم على تويتر وساعدونا بالتجول “حول العالم في 80 نقرة”.আপনারা যে কোন ভাষাতে পোস্ট লিখতে পারেন ওই পাঁচটা বিষয়ে যেগুলো আপনাকে মা হতে সব থেকে বেশী আনন্দ দেয় (বা বাবা!)। বন্ধুদের ট্যাগ করুন, যোগ করুন #গ্লোবালমমস ট্যাগ আপনার পোস্ট আর টুইটে, আর আমাদের সাহায্য করুন ‘৮০ক্লিকে বিশ্ব ঘুরতে'।