Sentence alignment for gv-ara-20130824-30919.xml (html) - gv-ben-20130826-38410.xml (html)

#araben
1اندلاع شجار في جامع في السعودية بعد أن قام الإمام بلعن السيسيআল-সিসিকে অভিশাপ দেওয়ায় সৌদি আরবের মসজিদে সংঘাত
2اندلع شجار داخل جامع في مدينة الرياض بين سعوديين ومصريين بعدما لعن رجل دين سعودي وزير الدفاع المصري الفريق أول عبد الفتاح السيسي خلال مراسيم صلاة الجمعة.আজ শুক্রবারের নামাজের সময় একজন সৌদি ইমাম মিশরের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসিকে অভিশাপ দিলে রিয়াদের একটি মসজিদে সৌদি এবং মিশরীয়দের মধ্যে সংঘাত শুরু হয়।
3الشجار، والذي تم نشره على يوتيوب، انتشر بسرعة. لا يزال سيل الكلمات مستمرا على الإنترنت.সংঘাতটি ইউটিউবে আপলোড করার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনলাইনে এখনও অব্যাহত রয়েছে।
4شريط الفيديو الذي يستمر لمدة 46 ثانية، والذي تم رفعه على عدة حسابات في يوتيوب، كان حديث المدونين السعوديين اليوم، وتمت مشاهدة إحدى النسخ التي نشرها اليوم umum0707، اكثر من 750,000 مرة أثناء كتابة هذا الموضوع.৪৬ সেকেন্ডের ভিডিওটি ইউটিউবের একাধিক অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়, যেটি আজ সৌদি ব্লগোস্ফিয়ারের মূল আলোচনায় পরিণত হয়েছে। ইউএমইউএম০৭০৭ আজ একটি সংস্করণ আপলোড করেছে।
5ويُظهر رجل في زي سعودي وهو يقوم بخلع رداء الرأس، العقال، ويضرب رجل آخر، مصري، في داخل مسجد الفردوس، بعدما اعترض الأخير على سب السيسي، ثم يتبعها فوضى.এই পোস্টটি লেখার সময় পর্যন্ত সেটি ৭ লক্ষ ৫০ হাজার বার দেখা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আল ফেরদৌস মসজিদের ভিতরে সৌদি পোশাক পরিহিত একজন মানুষ তার পাগড়ি ও আগাল খুলে ফেলছে এবং অন্য একজন মিশরিয়কে আঘাত করছে।
6السيسي، هو أيضاً النائب الأول لرئيس الوزراء المصري الأن، لعب دورا رئيسياً في إزاحة الرئيس السابق محمد مرسي، عضوا جماعة الإخوان المسلمين.আল-সিসিকে অভিশাপ দেওয়ায় লোকটি আপত্তি জানানোর পরেই ঘটনাটি ঘটেছে।
7محمد العمر ينشر رابط للفيديو في تويتر ويتهكم ساخرا:https://www.youtube.com/watch? v=un_l5tvTNe8
8هذا العراك هو الدليل الأول على الفوضى التي قد تحدث في حال نزل الخلاف من تويتر للشارع http://t.co/R5ElsYocUK #عراك_جامع_الفردوس - محمد العمر (@MdAlomar) August 23, 2013আল-সিসি এখন মিশরের প্রথম উপ প্রধানমন্ত্রী, যিনি মুসলিম ব্রাদারহুডের সদস্য সাবেক রাষ্ট্রপতি মোহামেদ মুরসিকে উৎক্ষাত করার পেছনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন।
9إبراهيم الرشيد يقول أن الإمام ليس من شأنه التدخل في الشؤون المصرية:মোহাম্মদ আল ওমর টুইটার এবং কুইপ্সে পোস্ট করা ভিডিওটিতে একটি লিঙ্ক [আরবী ভাষায়] দিয়েছেন:
10টুইটারের হৈচৈ পূর্ণ কলহ যদি রাস্তায় নিয়ে যাওয়া হয় তাহলে এই সংঘাতটি যে সেখানেও ঘটবে এটি সেই বিশৃঙ্খলার প্রমাণ।
11#عراك_جامع_الفردوس أهل مصر أدرى بشؤونها ومن قلة الذوق أن ينصب هذا الإمام نفسه وصيا على المصريين!ইব্রাহিম আল রাশিদ বলেন, ইমামের মিশরীয় রাজনৈতিক বিষয়াবলির মধ্যে ঢুঁ মারার কোন দরকার ছিল না:
12- إبراهيم الرشيد (@iar_98) August 23, 2013মিশরের মানুষ তাদের বিষয়াবলি সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখেন।
13ويقترح آخرون كيف يجب أن يتم التعامل مع هكذا رجال دين في المستقبل، يكتب يزيد المقرن:মিশরীয়দের উপর অভিভাবক হিসেবে নিজেকে নিযুক্ত করা এই ইমামের জন্য ঠিক কাজ হয় নি।
14#عراك_جامع_الفردوس في المرةالقادمة على المصلين كسرفك الخطيب المختلفين معه بالرأي لكي يعود الى صوابه ويجعل خطبته خاليةمن وجهات نظره السياسيةভবিষ্যতে এই ধরনের ধর্মীয় নেতাদের কিভাবে মোকাবেলা করতে হবে সে ব্যাপারে অনেকেই পরামর্শ দিয়েছেন।
15- Yazeed Al-Mogren (@Yzd8) August 23, 2013ইয়াজেদ আল-মগ্রেন লিখেছেনঃ
16ثم يُضيف: #عراك_جامع_الفردوس يقولون اعتقلوا الامام، طيب والبهايم الي انتهكوا حرمة المسجد وضربوا المصريين ليش مايعتقلون ويحاكمون ؟পরবর্তী সময়, যারা নামাজে থাকবেন তাঁদের ইমামের চোয়াল ভাঙ্গা উচিত, যাতে সে শিক্ষা পায় এবং দোয়ার সময় তার রাজনৈতিক মতামত দেওয়া বন্ধ করে।
17- Yazeed Al-Mogren (@Yzd8) August 23, 2013তিনি আরও বলেনঃ তারা বলছে সেই ইমামকে গ্রেপ্তার করা হয়েছে।
18الناشط وليد سليس يرى انه لا يوجد سبب لهذا التصرف العنيف:কিন্তু সে সব পশুরা কোথায় যারা মসজিদের পবিত্রতা নষ্ট করেছে এবং সেখানে মিশরীয়দের আঘাত করেছে ?
19لا للعنف … يجب أن تبقى الخلافات السياسية ضمن السلمية ، وانجرار الأمر إلى العنف وتبريره من أي طرف هو امر مرفوض .কখন তাঁদের গ্রেফতার করা ও বিচারের আয়তায় আনা হবে ? আক্টিভিস্ট অয়ালেদ সুলাইস আক্রমনাত্মক আচরণের কোনো কারণ দেখতে পান না।
20#عراك_جامع_الفردوسসহিংসতা নয়।
21- وليد سليس (@WaleedSulais) August 23, 2013 ويُضيف:রাজনৈতিক পার্থক্য শান্তিপূর্ণ হওয়া উচিৎ।
22الدعاء على الاخرين بشكل استفزازي غير مقبول ، ومواجهة ذلك بضرب من يعترض على ذلك هو أمر مستهجن وقبيح فالانسان له كرامة #عراك_جامع_الفردوسসহিংসতা তৈরি অথবা ক্ষমা করা সব দিক থেকেই অগ্রহযোগ্য। অন্যদের অভিশাপ দেওয়া অগ্রহণীয় এবং যে কাউকে মারধর করা জঘন্য ব্যাপার।
23- وليد سليس (@WaleedSulais) August 23, 2013মানুষের মর্যাদা আছে।
24يشير عزيز:আজিজ নোট লিখেছেনঃ
25سخروا من العلمانيين عندما قالوا إن الأحزاب السياسية ذات الأسس الدينية سوف تسبب نزاعات حتى في المساجد #عراك_جامع_الفردوسধর্মনিরপেক্ষতার ব্যাপারে তাঁদের হাসি পায় যখন তাঁরা বলে, ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল থাকায় দ্বন্দ্ব সৃষ্টি হবে।
26ويربط مزيد بندر بين النقاط، حيثُ قِيل أن رجل الدين سب كل من السيسي والرئيس السوري بشار الأسد، مغرداً:এমনকি মসজিদের ভেতরে। এবং মজিদ বান্দার বিন্দুর সাথে সংযোগ করেছেন।
27#عراك_جامع_الفردوس هذا الإمام على نياته الا يعلم ان بشار يقتل بالسلاح الروسي لعنة الله.আল-সিসি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ উভয়কে ইমাম অভিশাপ দিয়েছেন।
28اما السيسي فهو يقتل بسلاح امريكيতিনি টুইট করেছেনঃ
29এই ইমাম জানে না যে বাশার রুশ অস্ত্র দিয়ে আর সিসি আমেরিকান অস্ত্র দিয়ে মানুষ মারছে।