Sentence alignment for gv-ara-20100316-3746.xml (html) - gv-ben-20100320-9914.xml (html)

#araben
1مصر: هل سيُحجَب سكايب؟মিশর: স্কাইপিকে কি বন্ধ করে দেওয়া হবে?
2انتشرت بعض الشائعات مؤخراً أن الحكومة المصرية ستقوم بحجب سكايب.সম্প্রতি মিশরে গুজব ছড়িয়ে পড়ে যে মিশরীয় সরকার সেদেশে (ইন্টারনেট ফোন) স্কাইপির ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে।
3يتفاعل المدونون مع هذه الأخبار الغير مؤكدة في هذا المقال.নিশ্চিত না হওয়া এই সংবাদের উপর ব্লগাররা প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।
4تكتب إسراء السقا عن الشائعة:ইসরা এল সাক্কা এই গুজব সম্বন্ধে এখানে লিখেছেন।
5نشر بعض المستخدمين في الأيام الأخيرة الماضية عن بعض المشكلات التي حدثت لهم أثناء محاولتهم دخول سكايب عن طريق خدمة مودم فودافون الجيل الثالث.ভদ্রমহিলা বলছেন: গত কয়েক দিন ধরে স্কাইপির ব্যবহারকারীরা জানাচ্ছিল যে ভোডাফোন ৩জি সংযুক্ত মডেম দিয়ে স্কাইপিতে প্রবেশ করতে তাদের সমস্যা হচ্ছে।
6وعند الاتصال بخدمة العملاء ردوا عليهم أن الهيئة المصرية للاتصالات تقوم بخطوات جادة نحو حجب سكايب في مصر، وأن ذلك ليس في مطاق مسئوليتهم.ভোডাফোনের গ্রাহক সেবা ধারণা দিচ্ছিল যে টেলিকম ইজিপ্ট, মিশরে স্কাইপির ব্যবহার বন্ধ করতে যাচ্ছে, এবং এই বিষয়টিতে তাদের কিছু করার নেই।
7وبعض تزايد المكالمات والشكاوى تجاه الحجب أصبح الرد أن “أصدرت الهيئة المصرية للاتصالات قراراً بحجب سكايب يوم 13 مارس / آذار.” هذا ليس مفاجئاً خاصة عندما يأتي القرار من حكومة دولة مصنفة أنها من أعداء انترنت.বিভিন্ন ব্যক্তি যখন এই বিষয়ে ক্রমাগত ভোডাফোনের গ্রাহক সেবা বিভাগে প্রশ্ন করতে থাকে, তখন সংস্থাটি জানায় “১৩ মার্চ থেকে টেলিকম ইজিপ্টের নির্দেশে স্কাইপির ব্যবহার বন্ধ রাখা হবে”।
8تتساءل زينوبيا من منطلق آخر إذا كانت الشائعات صحيحة أم لا: لا أعرف إذا كانت الأخبار صحيحة أم لا، فقط وصلتني الشائعات هذا الصباح ولم يتسنى لي التأكد من صحتها بعد.মিশর যে সে দেশে স্কাইপির ব্যবহার বন্ধ করে ফেলতে চায় এতে কোন বিস্ময়ের কিছু নেই, কারণ নিদিষ্ট করে ইন্টারনেটকে শত্রু বিবেচিত করা রাষ্ট্র থেকে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা যায় না।
9يعمل سكايب بشكل جيد مع شركة TEdata وهي شركة تابعة للهيئة المصرية للاتصالات.অন্যদিকে জেইনোবিয়া এই গুজবটি সত্যি, নাকি সত্যি নয়, তা নিশ্চিত নন। ভদ্রমহিলা জানাচ্ছেন:
10ولن أكون مندهشة إذا حجبت الحكومة المصرية سكايب إذا كان ذلك بسبب غضب الهيئة وشركات المحمول من استخدام سكايب لإجراء مكالمات دولية مجانية.আমি জানি না এই সংবাদটি সত্যি কি না, আজ সকালে এই সংবাদটির কথা শুনেছি এবং এটি সঠিক কিনা তা এখনো যাচাই করতে পারিনি। ইতোমধ্যে টিই ডাটাতে স্কাইপি সুন্দরভাবে কাজ করছে, যা টেলিকম ইজিপ্টের একটি সহযোগী প্রতিষ্ঠান।
11তারপরেও যদি আমি আবিষ্কার করি যে মিশর এদেশে স্কাইপির ব্যবহার বন্ধ করে দিয়েছে, তাহলে আমি বিস্মিত হব না, কারণ টেলিকম ইজিপ্ট এবং মোবাইল ফোন কোম্পানিরা উন্মাদ এবং লোকজন বিনে পয়সায় বিদেশে ফোন (আন্তর্জাতিক ফোনকল) করার জন্য স্কাইপি ব্যবহার করে!!
12هذا سيكون قراراً اقتصادياً أكثر منه سياسياً.আমি বলতে পারি রাজনৈতিক কারণের চেয়ে অর্থনৈতিক কারণে এই কাণ্ড ঘটানো হতে পারে।
13وفي النهاية يعتقد Gr33n Data أنه لا يد للحكومة في الأمر وأن كل الموضوع متعلق بسياسة شركة فودافون:এবং সবশেষে শোনা যাক জিআর৩৩এন ডাটার কথা, যিনি বিশ্বাস করেন এই বিষয়ে সরকারের কোন হাত নেই, এটা কেবল ভোডাফোনের একটি নীতি। তিনি লিখেছেন:
14كما ترون فإن مصدر أخبار حجب سكايب هو مستخدمو فودافون الذين يستخدمون مودم الجيل الثالث.যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সংবাদের উৎস হচ্ছে ভোডাফোন ব্যবহারকারীরা, যারা স্কাইপি ব্যবহার করতে পারছে না।
15وطالما ذكر المشتركون بخطوط انترنت الأرضية العادية أن خدمة سكايب على ما يرام، فإني أعتقد أنه لا يد للحكومة المصرية في هذا الأمر.যখন তার তাদের ৩জি ইউএসবি মডেমের মাধ্যমে ইন্টারনেটে প্রবেশ করছে, তখন কেবল তারা স্কাইপি ব্যবহার করতে পারছে না। একই সময়ে যে সমস্ত গ্রাহকরা বাড়িতে এডিএসএল ব্যবহার করে, তারা জানাচ্ছে, ঘরে স্কাইপি সুন্দরভাবে কাজ করছে।
16أنا أعتقد أن فودافون تحجب سكايب حتى لا تؤثر في مبيعاتها.এর ফলে আমার মনে দৃঢ বিশ্বাস জন্মেছে, এই ঘটনার উপর মিশর সরকারের কোন ধরনের হাত নেই।
17আমি বিশ্বাস করি ভোডাফোনের ডিপিআই (ডিপ প্যাকেট ইনস্পেকশন, প্রতিষ্ঠানের ইন্টারনেট প্রোটোকল-এর নিরাপত্তা এবং নিয়ন্ত্রণকারী অংশ) স্কাইপি বন্ধ করে রেখেছে, যাতে তাদের আয় কমে না যায়।