Sentence alignment for gv-ara-20121006-26097.xml (html) - gv-ben-20120424-25556.xml (html)

#araben
1البحرين: مظاهرة المرأة الواحدةবাহরাইনঃ একজন-নারীর প্রতিবাদ !
2هذا المقال جزء من تغطيتنا الخاصة باحتجاجات البحرين2011আমাদের এ পোস্টটি বাহরাইন প্রতিবাদ ২০১১- সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ
3منذ أندلاع الثورات في العالم العربي، أصبحنا معتادين على أن نرى هذه الصورة لتجمع الآف المحتجين في الشوارع والميادين.আরব বিশ্বের গণজাগরণের সময় বিভিন্ন চত্বর, ও সড়কগুলোতে হাজারও বিক্ষোভকারীর ছবি দেখে আমরা অভ্যস্ত।
4“وأضيفت شعارات إلى القاموس مثل المظاهرة المليونية، ومشاهد مثل المشهد بالأسفل أصبح رمزاً من رموز “الربيع العربيদশ লক্ষ লোকের পদযাত্রা- প্রবাদটি ইতোমধ্যেই অভিধানে যুক্ত হয়েছে, নিচের এ দৃশ্যপট “ আরব বসন্তের” প্রতীকে পরিগণিত হয়েছে।
5تجمع لمتظاهرين في ميدان التحرير، القاهرة. تصوير نمير جلال (25/11/2011).তাহরির চত্বর, মিশরে গণর‍্যালি, ছবি- নামীর গালাল (২৫/১১/২০১১)স্বত্ব ডেমটিক্স।
6حقوق النشر محفوظة لديموتكس. مع ذلك، يتطلب الأمر شجاعه كبيرة لتكون جزء من مظاهرة صغيرة، بسبب قلة عدد الناس المشاركين في حماية بعضهم البعض ومع قلة وسائل الإعلام التي ترصد ما يحدث.যদিও সেখানে ছোট্ট প্রতিবাদে অংশ নিতে এ বাড়তি সাহসের প্রয়োজন হয়, যেখানে অল্প সংখ্যক জনগণ একে অপরের বিরোধিতা করছে এবং সম্ভাব্য পতনের বিষয়ে খুব কম সংখ্যক প্রচার মাধ্যমই রিপোর্ট করেছে।
7فكيف يكون الحال مع متظاهرة واحدة معتصمة بمفردها ، مثل تلك التي في هذه الصورة؟ .তারপরেও সেখানে একজন বিক্ষোভকারী নিচের ছবির মত অবস্থান ধর্মঘট পালন করে কি করলেন?
8زينب الخواجة خارج مرفأ المالية في المنامة، البحرين. (21/4/2012). الصورة من حساب @Kareemasaeed عبر تويتر.মানামা, বাহরাইনের অর্থনৈতিক পোতাশ্রয়ের বাইরে জয়নব আলখাজা (২১/৪/২০১২) ছবি- টুইটার ব্যবহারকারী @কারিমাসাইদ
9زينب الخواجة التي نراها في الصورة بالأعلى حيث تظاهرت بمفردها يوم 21 من أبريل/نيسان ، خارج ميناء المالية بالمنامة، عاصمة البحرين.বাহরাইনের রাজধানী মানামা অর্থনৈতিক পোতাশ্রয়ের বাইরে গত ২১ এপ্রিল জয়নব আলখাজাকে উপরের ছবির মত একাই প্রতিবাদ করতে দেখা যায়।
10والدها الناشط البارز في حقوق الإنسان عبد الهادي الخواجة الذي أعتقل في أبريل/نيسان 2011، وتم الحكم عليه بعدها بشهرين، مع بقية زعماء المعارضة، بالسجن المؤبد.তাঁর বাবা আব্দুলহাদি আলখাজা একজন প্রখ্যাত মানবাধিকার কর্মী। ৯ এপ্রিল,২০১১ তারিখে তাঁর বাবাকে গ্রেফতার করা হয় এবং দুই মাস পর অন্যান্য বিরোধী দলীয় নেতাদের সাথে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।
11ودخل في إضراب عن الطعام منذ 8 من فبراير/شباط 2012.
12لجذب الانتباه لقضية احتجازه وسوء المعاملة التي يتعرض لها، وأبدى مستخدمو الإنترنت حول العالم مؤخراً قلقهم البالغ إزاء تدهور حالته.খারাপ আচরন ও অন্তরীণ আদেশের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য ৮ ফেব্রুয়ারি, ২০১২ তারিখ থেকে তিনি অনশন শুরু করেন।
13زينب، التي تغرد تحت اسم @angryarabiya، تم أعتقالها بالأمس، كما أعلنت أختها مريم الخواجة أنها رفضت المثول أمام النيابة العامة.সম্প্রতি অবস্থার অবনতি হলে বিশ্বজুড়ে নেটিজেনরা তাঁদের গভীর উদ্বেগ প্রকাশ করেন। @এংরিএরাবিয়া নামে টুইট করা জয়নবকে গতকাল থেকে অন্তরীণ রাখা হয়েছে।
14جدير بالذكر أنها ليست المرة الأولى التي تعتقل فيها زينب، أو تعتصم وتحتج بمفردها.তাঁর বোন মরিয়ম আলখাজা জানিয়েছেন যে তিনি (জয়নব) প্রকাশ্য আদালতে যেতে অসম্মতি জানিয়েছেন।
15وما زلت أتساءل عن سر شجاعتها، ولكنى أظن أنى لن أجد إجابة عن هذا السؤال أفضل مما كتبته هى فى السيرة الشخصية لها على موقع تويتر:বলা বাহুল্য যে জয়নব এবারই প্রথমবারের মত গ্রেফতার হন নি, এবং প্রথমবারের মতও তিনি তাঁর মতের পক্ষে একাই দাড়াননি। আমি এখনও ভাবি যে এত সাহস তাঁর কি করে হল, আমার ধারণা তিনি তাঁর টুইটার বাইও তে যা লিখেছেন সেটাই হল আমার প্রশ্নের উত্তরঃ
16عندما تجد نفسك مُقيد، تعيش بلا كرامة أو حقوق، وتخضع لديكتاتور مجرم، أول ما يجب أن تفعله هو أن تنسى مخاوفك وتدرك أن من حقك.. أن تثور.যখন তুমি শৃঙ্খলিত, জীবন অধিকার ও মর্যাদাবিহীন, অপরাধী স্বৈরশাসকের কাছে মাথা যখন অবনত, তখন তোমার প্রথম পদক্ষেপ হল ভয় ভুলে গিয়ে তোমার অধিকারকে অনুভব কর… দ্রোহে জেগে ওঠো
17আমাদের এ পোস্টটি বাহরাইন প্রতিবাদ ২০১১- সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ