Sentence alignment for gv-ara-20120430-21705.xml (html) - gv-ben-20120430-25870.xml (html)

#araben
1سوريا: “الإعتراف” المتلفز للناشط علي محمود عثمانসিরিয়া: একটিভিস্ট আলি মাহমোদ ওথামান-এর রাষ্ট্রীয় টেলিভিশনে “অপরাধের স্বীকারোক্তি”
2أعتقل في 28 مارس/آذار الناشط الإعلامي علي محمود عثمان [بالانجليزية]، رئيس المكتب الإعلامي لبابا عمرو في حمص.২৮ মার্চে, ভিডিও একটিভিস্ট আলি মাহমোদ ওথমানকে, হোমসের বাবা আমর-এর প্রচার মাধ্যমের সদর দপ্তর থেকে গ্রেফতার করা হয়েছে।
3يعتقد النشطاء أنه يتعرض لتعذيب شديد[الانجليزية] منذ أن أعتقل.তার সঙ্গী একটিভিস্টরা বিশ্বাস করেন যে তার গ্রেফতারের পর তার উপর প্রচণ্ড অত্যাচার করা হয়েছে।
4في 25 من أبريل/نيسان، أعلن التلفزيون الحكومي السوري أن مقابلة حصرية مع عثمان، ستبث قريباً.২৫ এপ্রিলে, সিরিয়ার রাষ্ট্রিয় টেলিভিশন ওথমানের-এক বিশেষ সাক্ষাতকারের ঘোষণা করে, যা শীঘ্রই প্রচারিত হবে।
5في المقدمة التي بثتها قناة الدنيا‘ شوهد علي في البداية داخل زنزانة، ومن ثم خرج لإجراء المقابلة مع رفيق لطفي، بالتزامن مع موسيقى درامية وعنوان رئيسي “ابقوا معنا…. من داخل بابا عمرو”(منطقة في حمص تعرضت لهجوم من قوات النظام).রাষ্ট্রিয় টিভি চ্যানেল আদদোনিয়ায় এই সাক্ষাৎকারের প্রচারের আগে এর যে টুকরো অংশ প্রচার করছিল, তাতে আলিকে প্রথমে তারা কারাকক্ষে দেখা যায়, এরপর রাফিক লাতিফকে সাক্ষাৎকার প্রদানের জন্য আলিকে বাইরে নিয়ে আসা হয়, এর সাথে এক নাটকীয় মিউজিক বাজতে থাকে এবং উপরে একটা লেখা ভাসতে থাকে “ আমাদের সাথে থাকুন…বাবা আমার-এর ভেতরের ঘটনা জানুন” (বাবা আমর হচ্ছে হোমসের একটি এলাকা যেখানে সরকারি বাহিনী গণহত্যা চালিয়েছে)।
6تسجيل “اعترافات” بالإكراه مع معتقلين هو أمر شائع في سوريا، وهي طريقة لتثبيط همم الآخرين عن الانضمام للمعارضة.জোর করে ক্যামেরার সামনে স্বীকারোক্তি প্রদান করানো, সিরিয়ায় অত্যন্ত সাধারণ এক ঘটনা, এটি হচ্ছে অন্যদের বিরোধীদের দলে যোগদানে নিরুৎসাহিত করার এক পন্থা।
7شريط الفيديو، الذي يمكن مشاهدته على موقعي فيسبوك و يوتيوب معاً، يتحدث عن نفسه:এই ভিডিও, যা ফেসবুক এবং ইউটিউব উভয় জায়গায় পাওয়া যাবে, তা স্বয়ং নিজেই কথা বলছে:
8http://youtu.be/c6YRba6VlLohttp://youtu.be/c6YRba6VlLo
9كان علي عثمان، الذي يسميه أصحابه “بالجد”، بائع خضروات في الأصل وانهمك في توثيق ما يجري في حمص منذ بداية الثورة السورية.ওথমান, যে তার বন্ধুরা কাছে “আল জেড” (দাদা) নামে পরিচিত, মূলত সে এক সব্জি বিক্রেতা এবং সিরিয়ার গণ জাগরণের শুরু থেকে সে এই ঘটনার বিষয়বস্তু নথিভুক্ত করা শুরু করে।
10كان له دور فعال وهام في مساعدة الذين يغطون المعركة في بابا عمرو، وساعد في إخلاء صحافيين عالميين [الانجليزية] من داخل الحي.যারা বাবা আমর-এর সংঘর্ষের ঘটনা উপর সংবাদ প্রদান করছিল, তাদের জন্য সে ছিল দারুণ এক সাহায্যকারী, উক্ত এলাকার ভেতরে অবস্থান করতে থাকা আর্ন্তজাতিক সাংবাদিকদের এলাকা ত্যাগে সাহায্য করেছে ।
11قرر البقاء في الحي رغم تمكن الجيش السوري من السيطرة عليه.এমনকি যখন সিরিয়ার সামরিক বাহিনী উক্ত এলাকা পুনরায় দখল করে, তখন সে বাবা আমর-এ থেকে যাবার সিদ্ধান্ত গ্রহণ করে।
12علي محمود عثمان في بابا عمرو، حمص.হোমস, বাবা আমার-এ, আলি ওথমান।
13مصدر الصورة: أخبار بابا عمروছবি সূত্র: বাবাআমর নিউজ
14تم الإعلان عن “احتجاج افتراضي” للتضامن مع علي عثمان يبدأ في 28أبريل/نيسان الساعة التاسعة مساءً (بتوقيت سوريا)، وشعاره “كلنا الناشط علي محمود عثمان”.শনিবার, ২৮ এপ্রিল তারিখে সিরিয় সময় রাত ৯টায়, “আমরা সবাই একটিভিস্ট আলি ওথমানের মত বীর” এই স্লোগানের মাধ্যমে আলি ওথমানের প্রতি একাত্মতা প্রদর্শন করে একটি “অনলাইন বিক্ষোভের” সূচনা করা হয়।
15وفقاً لصفحة أخبار بابا عمرو [الانجليزية]على فيسبوك:বাবা আমর নিউজের সূত্রানুসারে:
16استغل الإعلام السوري علي وأخبر الناس أن يبقوا على اتصال لمشاهدة برنامجٍ سيكشف “أسرار بابا عمرو”.সিরিয়ার প্রচার মাধ্যম আলিকে ব্যবহার করেছে এবং নাগরিকদের বলছে এমন এক অনুষ্ঠানের অপেক্ষায় থাকুন যা কিনা “ বাবা আমর-এর গোপনীয়তা উন্মোচন করবে”।
17نحن نعلم كيف يبدوا علي ونعلم مقدار وزنه، من الواضح أنه عذب وعومل بطريقة سيئة.আমরা জানি আলি দেখতে কেমন ছিল এবং তার ওজন কত ছিল, এটা পরিষ্কার যে তার উপর অত্যাচার করা হয়েছে এবং তার সাথে খারাপ আচরণ করা হয়েছে।
18والآن لن يحال للمحاكمة، لا، سوف يعرض على التلفاز.এখন তাকে আদালতে নিয়ে যাওয়া হবে না, তাকে টিভিতে দেখানো হবে।
19كتبت الصحافية الإسبانية مونيكا بيريتو في تغريدة:স্পেনের সাংবাদিক মনিকা জি. প্রিয়েটো টুইট করেছেন:
20تصرف يثير الشفقة.বেদনাদায়ক।
21أُكره الجدّ، رئيس فريق بابا عمرو لصحافة المواطن، على “الاعتراف” بجرائمه على التلفاز #BabaAmr.#বাবাআমর-এর নাগরিক সাংবাদিক দলের প্রধান “আল জেড”, তাকে জোর করে টিভিতে তার অপরাধ স্বীকারে বাধ্য করা হচ্ছে।
22شعر بعض مستخدمي الإنترنت بالارتياح لمعرفتهم بأن علي عثمان على قيد الحياة، إذ أنه لا توجد أخبار بعد عن آخرين كانوا قد اعتقلوا في وقت سابق.তবে অনেক নেট নাগরিক এই সংবাদে স্বস্তি প্রকাশ করেছে যে, ওথমান এখনো জীবিত, কারণ গ্রেপ্তারকৃত অন্যদের এখনো কোন সংবাদ পাওয়া যাচ্ছে না।
23كتب السوري الحر في تغريده:ফ্রি সিরিয়ান টুইট করেছে:
24@HamaEcho: الناشطان نورا الجيزاوي وعلي عثمان ما زالا معتقلين، لكننا على الأقل نعلم أن علي ما زال حياً.@ হামাইকো : একটিভিস্ট নউরা আল- জিজাউয়ি এবং আলি ওথমান এখনো গ্রেফতার হয়ে আছে, কিন্তু আমরা অন্তত জানি যে আলি এখনো জীবিত।
25ما زال صحافيان تركيان مفقودان إلى الآن.তুরস্কের দুই সাংবাদিক এখনো নিখোঁজ।
26استمر مستخدمو الإنترنت في المطالبة بتحرير عثمان عبر هذه العريضة الإلكترونية.এই অনলাইন দরখাস্তের মাধ্যমে নেটনাগরিকরা ওথমানের ক্রমাগত মুক্তির দাবী করে যাচ্ছে।