Sentence alignment for gv-ara-20110609-11507.xml (html) - gv-ben-20110608-17905.xml (html)

#araben
1سوريا: اعتقال المدونة “بنت مثلية في دمشق”সিরিয়াঃ “গে গার্ল ইন দামেস্ক”-কে আটক করা হয়েছে
2এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3هذه المقالة جزء من تغطيتنا الخاصة بثورة سوريا 2011.আমিনা আরাফ দ্রুত খ্যাতি অর্জন করে ফেলেছে। সে আমিনা আবদুল্লাহ এই ছদ্মনামে ব্লগিং করে থাকে।
4تحديث: (9 يونيو / حزيران 2011)، بعد نشر هذا المقال ظهرت بعض الأسئلة عن الهوية الحقيقة لأمنية عراف، وقد ام اثبات أن الصورة أسفله لامرأة كرواتية تعيش في لندن، للمزيد يرجى قراءة هذه المقال.সে রাজনীতি, সাম্প্রতিক গণজাগরণ, নএবং এক নারী সমকামী হিসেবে সিরিয়ায় তার জীবন নিয়ে লেখে থাকে। সে একই সাথে যুক্তরাষ্ট্র এবং সিরিয়ার দ্বৈত নাগরিক।
5اشتهرت المدونة أمينة عراف سريعاً، حيث تدون تحت اسم مستعار، أمينة عراف، عن السياسة وعن الاحتجاجات الأخيرة، وحول كونها مثلية في سوريا.গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার মাটিতে কি ঘটছে, সেগুলো সে তার শক্তিশালী ভাষায় তুলে ধরছে। আজ আমিনার নিজস্ব ব্লগে, সংবাদ প্রদান করা হয় যে কর্তৃপক্ষ তাকে ধরে নিয়ে গেছে।
6تتمتع أمينة بالجنسيتين السورية والأمريكية.তার চাচাতো বোন রানিয়া ও ইসমাইলসংবাদ প্রদান করছে:
7আজ কিছুক্ষণ আগে, দামেস্কের স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬.
8০০ টার দিকে, আমিনা আব্বাসাইড বাস স্টেশনের কাছে হাঁটছিল, এলাকাটি ফারেশ আল খৌরি নামক রাস্তার কাছে।
9تزيح كلماتها القوية الستار عن حقيقة الوضع على أرض الواقع في سوريا خلال الأسابيع القليلة الماضية.সেখানে সে একজন ব্যক্তির সাথে দেখা করতে যায়, যে তার স্থানীয় কমিটির সম্বনয়কারী এবং সে সময় তার এক বান্ধবী তার সাথে ছিল। আমিনা আরাফ
10এরপর সেই সব ব্যক্তিদের মধ্যে একজন আমিনার মুখ চেপে ধরে এবং তারপর আমিনাকে টেনে হিঁচড়ে একটা লাল রঙের ডোসিয়া লোগান গাড়ির ভেতরে নিয়ে যায়, যার জানালার কাচে বাসেল আসাদের একটা স্টিকার লাগানো ছিল।
11واليوم، على مدونتها الخاصة، نشرت تدوينة تعلن غن اخطافها على يد السلطات.প্রত্যক্ষদর্শী এই গাড়ির নম্বরটি নিতে পারেনি। সে দ্রুত আমিনার পিতাকে খুঁজে বের করে।
12تكتب بنت عمها رانيا إسماعيل: أمينة عرافধারনা করা হচ্ছে এই সব ব্যক্তি বাথ পার্টির আধা সামরিক নিরাপত্তা কর্মী।
13يعتقد أن هؤلاء الرجال من الميليشيات لحزب البعث، وحالياً ليس من المعروف أين تتواجد أمينة، وليس من المعروف إذا كانت في السجن أو في مكان آخر في دمشق.আমিনা এখন কোথায় আছে তা আর জানা যাচ্ছে না এবং সে কি জেলে নাকি দামেস্কের কোন একটা জায়গায় বন্দী হয়ে আছে। প্রথম পোস্ট প্রকাশ হবার কয়েক ঘণ্টা পরে আমিনার চাচাতো বোনএই তাজা সংবাদ প্রকাশ করে:
14আমি টেলিফোনে তার বাবা মা উভয়ের সাথে কথা বলেছি এবং এখন আমরা যা বলতে পারি তা হচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
15وبعد ساعات من هذه التدوينة، حدثتها ابنة عم أمينة بهذه الأخبار:সে কোথায় আছে তা জানার জন্য তার পিতা এখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে এবং কাতা তাকে ধরে নিয়ে গেছে।
16ولسوء الحظ فهناك أكثر من 18 جهازاً أمنياً في سوريا، بالإضافة إلى مختلف الميليشيات والعصابات.দুভার্গ্যজনক ভাবে, সিরিয়ায় অন্তত ১৮ রকমের পুলিশ রয়েছে, একই সাথে এখানে বিভিন্ন রকমের আধা সামরিক বাহিনী এবং দল রয়েছে।
17نحن لا نعرف من خطفها، ولا نعرف من نسأل حتى نسعى في استرجاعها.আমরা জানি না কারা তাকে নিয়ে গেছে, যার ফলে কাকে তাকে ফিরিয়ে দেবার কথা বলব তা বুঝতে পারছি না।
18ومن المحتمل أنه يتم ترحيلها بالقوة.এমন সম্ভবনা থাকতে পারে, তারা তাকে জোর করে বের করে দিতে পারে।
19يعتقد بعض أفراد العائلة الذين اعتقلوا قبل ذلك أنه سيتم اطلاق سراحها قريباً.সেখানে যারা বন্দী হয়ে আছে তাদের পরিবারের মত আমরা বিশ্বাস করি যে শীঘ্রই তাকে মুক্ত করে দেওয়া।
20لو كانوا أرادوا قتلها لفعلوا ذلك في حينها.যদি তারা তাকে হত্যা করতে চায়, তাহলে তারা তা করতে পারে।
21وذلك كل ما نرجوه.আমরা ঠিক এর জন্য প্রার্থনা করছি।
22نالت أمينة شهرتها عندما قدمتها جريدة الجارديان البريطانية في الأسابيع القليلة الماضية في مقالة حيث وصفتها بأنها “بطلة ثائرة غير معتادة في بلد محافظ”.
23وعلى تويتر، ينشر أصدقاء أمينة والمتضامنين معها مستخدمين وسم الشباك FreeAmina# وأنشئت أيضاً صفحة فيسبوك لمطالبة المجتمع الدولي للاتصال بسفارات الولايات المتحدة المحلية في كل دولة، بالإضافة إلى الصحفيين والشخصيات العامة.কয়েক সপ্তাহ আগে গার্ডিয়ান পত্রিকায় তার কাহিনী ছাপা হবার সাথে সাথে আমিনার জনপ্রিয়তা বাড়তে থাকে। তাদের এই প্রবন্ধে আমিনাকে “এক রক্ষণশীল রাষ্ট্রে বিপ্লবের এক অন্য রকম বীর হিসেবে অভিহিত করা হয়”।
24টুইটারে আমিনার বন্ধু এবং সমর্থকরা এক ঐক্যের জন্য টুইট করছে, এর জন্য তারা #ফ্রিআমিনা হ্যাশট্যাগ এবং একটি ফেসবুকের পাতা সৃষ্টি করেছে সারা বিশ্বের নাগরিকরা কছে এই আবেদন করার জন্য, যেন তারা তাদের স্থানীয় আমেরিকান দূতাবাসে যোগাযোগ করে, একই সাথে তারা সাংবাদিক, এবং অন্য সব বিখ্যাত ব্যক্তিত্বদের এই একই আহ্বান জানাচ্ছে।