Sentence alignment for gv-ara-20120710-23486.xml (html) - gv-ben-20120712-28537.xml (html)

#araben
1إسرائيل: ميزانية الدفاع مقابل العدالة الاجتماعيةইজরায়েল: সামরিক বাজেট বনাম সামাজিক ন্যায়বিচার
2আমাদের এই পোস্ট আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কভারেজ এর অংশ।
3هذا المقال جزء من تغطيتنا الخاصة العلاقات الدولية وشئون الأمن.গত বছর ইজরায়েলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা নিয়ে তুমুল আন্দোলন হয়।
4من مكاسب الاحتجاجات التي اجتاحت إسرائيل للمطالبة بالعدالة الاجتماعية في العام الماضي أنها جددت النقاش حول أولويات ميزانية الدولة.সে সময়ে রাষ্ট্রের বাজেটে কোন খাত প্রাধান্য পাবে তা নিয়ে নতুন করে বিতর্ক উঠেছিল।
5طالبت حركة العدالة الاجتماعية (المعروفة أيضا بحركة 14 يوليو/ تموز) بتوزيع عادل للثروة في إسرائيل، متضمنة ضخ حصة من الميزانية لخدمات السكان مثل دعم الإسكان، مجانية التعليم، وخدمات صحية أفضل، في أولويات مصاريف الميزانية الحالية - وحدها ميزانية الدفاع تستمر في الصعود.সামাজিক ন্যায়বিচার আন্দোলনে (এটি #জে১৪ নামেও পরিচিত) ইজরায়েলের সম্পদ বন্টনে সমতা আনার জোর দাবি জানানো হয়। সেখানে জনগণের কল্যাণ খাতে যেমন, বাড়িভাড়ায় ভর্তুকি, বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবায় বাজেটের বেশি অংশ বরাদ্দ চাওয়া হয়।
6أوضح المدون تومر إسرائيلي المنطق الذي يشاركه معظم متظاهري 14 يوليو:বর্তমান বাজেটে সামরিক খাত প্রাধান্য পেয়েছে। এবং সবসময় এই খাতে বরাদ্দ বাড়ছে।
7ব্লগার তমার ইজরায়েলি [হিব্রু ভাষায়] অনেক #জে১৪ প্রতিবাদকারীদের সাথে যুক্তির ব্যাখ্যা শেয়ার করেন:
8فقط إذا قللنا فعلاً هذه الحصة من الميزانية (ميزانية الدفاع) هل سنتمكن من زيادتها (الميزانية) في مجالات أخرى.আমরা যদি সামরিক খাতে বাজেট বাজেট কমাই, তাহলে অন্যান্য খাতে বরাদ্দ বাড়াতে পারবো।
9في ماعدا ذلك، سنظل ندور في حلقة مفرغة ولن نصل إلى حل.তা না হলে, আমাদের লেজ গুটিয়ে পালাতে হবে এবং বরাদ্দের পরিমাণও আস্তে আস্তে কমে যাবে।
10هل لدينا رأي فيما يتعلق بالميزانية؟বাজেট নিয়ে আমাদের কি কোনো মতামত আছে?
11لأنه في حالة عدم وجود رأي لنا، يعني هذا أنه أننا لا نملك اتجاه حقيقي وآلية لتغيير الأولويات في البلاد.আমরা যদি কোনো মতামত না দিই, তাহলে বুঝতে হবে দেশের বাজেটের প্রাধান্য পরিবর্তনে আমরা সঠিক পথে নেই।
12জনগণ যেখানে তাদের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে, প্রতিদিনই ঘাটতি বেড়ে যাচ্ছে, আবার যথাযথ সেবাও পাচ্ছে না সেখানে বর্তমান সরকার তাদের ওপর উচ্চ কর ধার্য করেছে।
13ينتقد المدون زي تيرنير الحكومة الإسرائيلية الحالية لإدارتها تجميع الضرائب بشكل مستمر من الشكان الذين يكافحون من أجل العيش، بينما يزداد العجز في الميزانية ولا تزويد للسكان بالخدمات الملائمة.সরকারের উচ্চ কর হারের তীব্র সমালোচনা করে ব্লগার জিভ টার্নার [হিব্রু ভাষায়] বলেন: ইজরায়েলের সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে সামরিক বাজেট।
14বহু অস্ত্রশস্ত্র আর কমান্ডার নিয়ে একটি সমৃদ্ধ ও গর্বিত সেনাবাহিনী আছে ইজরায়েলের।
15كتب: تعد ميزانية الدفاع أكبر كذبة بين كل كذبات إسرائيل.কিন্তু এটা আছে কোনো দীর্ঘমেয়াদি চিন্তা ছাড়াই।
16جيش غني ومتكبر، مع عدد كبير من الجنود والقادة، لكن بدون تفكير بعيد المدى.আমাদের অস্তিত্ব ধ্বংস করতে পারে এমন কোনো শত্রু আমাদের চারপাশে নেই।
17لا يوجد أعداء حولنا يستطيعون إبادتنا، من يهدد وجودنا.আমাদের নসরুল্লাহ এবং ইরানের কাতারে ফেলে দেয়া হয়।
18তবে এজন্য আমাদের এতো সমৃদ্ধ সেনাবাহিনীর দরকার নেই।
19فقط نصرالله وإيران.সামরিক বাজেটের কার্টুন।
20فلا نحتاج كل هذا الجيش الضخم.এঁকেছেন আমিতাই স্যান্ডি।
21ميزانية الدفاع بواسطة أميتاي ساندي.অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।
22الصورة مستخدمة بتصريح.লেখা ডানে থেকে বামে।
23النص من اليمين لليسار: أ-أنت، ب-أنا، ج-الحرب القادمة.এ- আপনি, বি-আমাকে, সি- পরবর্তী যুদ্ধ।
24টিমনা অ্যাক্সেল +৯৭২ ম্যাগাজিনের একটি ব্লগে সামরিক বাজেট এবং প্যালেস্টাইন অঞ্চল দখল ইজরায়েলের সামাজিক বৈষম্যের ওপর কী রকম প্রভাব ফেলছে, তা নিয়ে আলোচনা করেছেন:
25في مدونة +972 كتبت تيمنا أكسل تناقش تأثير ميزانية الدفاع واحتلال فلسطين على العدالة الاجتماعية في إسرائيل:এরপর সেখানে বাজেটে সামাজিক খাতের ব্যয়সমূহ ব্যাপকভাবে কমানো হয়। দ্বিতীয় ইন্তিফাদার সময় এটা ছিল ইজরায়েলি টাকায় ৬৫ বিলিয়ন।
26يوجد تضخم كبير في النفقات في الميزانية، وصلت خلال الانتفاضة الثانية إلى إجمالي 65 بليون شيكل إسرائيلي، بينما زادت ميزانية الدفاع إلى 15 بليون شيكل إسرائيلي.একই সময়ে সামরিক বাজেট বৃদ্ধি পেয়েছিল ইজরায়েলি টাকায় ১৫ বিলিয়ন। সন্তান ভাতা, দারিদ্র্যের দোহাই দিয়ে বেকার ভাতা কেটে নেয় সরকার।
27تسبب العجز في النفقات على الأطفال والبطالة في ارتفاع معدل الفقر، وتغير الدخل الحكومي ليصبح مصمماً إلى الحرب وتقليص ميزانية الفقر الآن عن فترة الثمانينات.একই সঙ্গে সরকারের আয় দিয়ে যুদ্ধের খরচ জোগানো হয়, যা দরিদ্র জনগোষ্ঠীর ওপর তীব্র আঘাত হানে। ১৯৮০ সালেও তারা এটা করেছিল।
28يقتبس التقرير من رجل الاقتصاد مومي دهان، الذي كتب قائلاً “في تحليل مفصل لعوامل انتشار الفقر في إسرائيل عن أي بلد متقدم لا يمكن التغاضي فيه عن حقيقة إنفاق إسرائيل لسبعة في المئة من الناتج المحلي الإجمالي على الدفاع، مقارنة ب1.অর্থনীতিবিদ মমি দাহান একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, “অন্যান্য উন্নত দেশের চেয়ে ইজরায়েলের দরিদ্র মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণ গভীরভাবে বিশ্লেষণ করে দেখলে জিডিপির ৭ শতাংশ সামরিক খাতে ব্যয়ের বিষয়টি কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না।
295 في المئة في الدول المتقدمة الأخرى.”অথচ অন্যান্য উন্নত দেশে এই ব্যয়ের পরিমাণ গড়ে ১. ৫ শতাংশ।”
30অন্যদিকে ব্লগার ইউভাল রন [হিব্রু ভাষায়] প্যালেস্টাইনের অধিকৃত ভূমি সমস্যার নিষ্পত্তির সাথে সামরিক বাজেট কমার একটি রাস্তা দেখতে পেয়েছেন।
31من ناحية أخرى، يرى المدون يويال رون، أن المستوطنات في فلسطين المحتلة طريقة لتقليل ميزانية الدفاع، كتب:তিনি লিখেছেন: রাষ্ট্রীয় বাজেটের একটি বড় অংশ সামরিক খাতে বরাদ্দ রয়েছে।
32تمثل ميزانية الدفاع الجزء الأكبر في ميزانية الدولة. وتعتبر ميزانية الدفاع كبيرة جدا لدرجة أنها تعطل وتمنع إجراءات هامة في قضايا أخرى.সামরিক বাজেট বড়ো হওয়ায় সরকার প্রয়োজনীয় ইস্যুগুলোতে সিদ্ধান্ত নিতে পারছেন না, অথবা সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলছেন।
33دفاع الحدود يكون بواسطة الجيش فقط، بدون المستوطنات، سيكون هذا عبء ثقيل على الجيش، سواء من ناحية المال أو القوى البشرية.সেনাবাহিনী একাই সীমান্ত পাহারা দিয়ে আসছে। কোনো ধরনের মিমাংসা ছাড়া সেখানে থাকা সেনাবাহিনীর ওপর একটা বোঝাস্বরূপ।
34এটা মানবসম্পদ এবং টাকা উভয় অর্থেই।
35لذلك فإن وجود المستوطنات على الحدود يجعل الأمر أسهل على الجيش لأداء مهامه الدفاعية وتوفير بعض المال والقوى البشرية للدولة.সীমানা বিরোধ মিটলে সেখানে সেনাবাহিনীর কার্যক্রম অনেক সহজ হয়ে যাবে। এতে করে রাষ্ট্রের মানবসম্পদ এবং টাকাপয়সা বাঁচবে।