Sentence alignment for gv-ara-20120724-24159.xml (html) - gv-ben-20120723-29034.xml (html)

#araben
1اليمن: معرض اليمن من خلال عدساتناইয়েমেন: আমাদের লেন্সে ইয়েমেন
2تستخدم الصحفية والمدونة اليمنية أفراح ناصر وسائل الإعلام الإجتماعي لجمع الأموال لتنظيم معرض للصور الفوتوغرافية في ستوكهولم، السويد.ইয়েমেনি সাংবাদিক এবং ব্লগার আফ্রাহ নাসের সুইডেনের স্টকহোমে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের জন্যে তহবিল সংগ্রহ করতে সামাজিক মিডিয়াকে ব্যবহার করছেন।
3تقوم خطتها على شراء صور عالية الدقة من مصورين يمنيين، والذين التقطوا خلال عملهم لحظات مهمة في تاريخ اليمن المعاصر، تأجير قاعة معرض في ستوكهولم، وعرض هذه الصور.তার পরিকল্পনা হলো ইয়েমেনি আলোকচিত্রীদের কাছ থেকে তাদের ইয়েমেনের সমকালীন ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়গুলোকে ধারণ করা, উচ্চমান সম্পন্ন আলোকচিত্র কেনা, স্টকহোমে একটি প্রদর্শনী হল ভাড়া এবং আলোকচিত্রগুলোকে বৈশিষ্ট্যমণ্ডিত ভাবে উপস্থাপন করা।
4كتبت أفراح على صفحة فيسبوك خاصتها عن المعرض، الذي عنونته بـ: ” اليمن من خلال عدساتنا.”আফ্রাহ তার ফেসবুক পৃষ্ঠায় তার প্রদর্শনীটি সম্পর্কে লিখেছেন, তিনি যার নাম দিয়েছেন: “আমাদের লেন্সে ইয়েমেন।”
5من ضمن جهودها لجمع الأموال، كتبت:তার তহবিল-সংগ্রহ প্রচেষ্টা সম্পর্কে তিনি লিখেছেন:
6“اعمل على هذا المشروع من أجل فن اليمن الفوتوغرافي.“ইয়েমেনের আলোকচিত্র শিল্পের জন্যে আমি এই প্রকল্পটি নিয়ে কাজ করছি।
7فهو معرض فوتوغرافي عن اليمن عبر فوتوغرافيين يمنيين هنا في ستوكهولم.এটা এই স্টকহোমে ইয়েমেনি আলোকচিত্রীদের ইয়েমেন সম্পর্কে একটা আলোকচিত্র প্রদর্শনী।
8اجمع الأموال عبر موقع لحشد التمويل على الإنترنت.আমি অর্থ সংগ্রহ করার জন্যে একটি গণতহবিলের ওয়েবসাইট ব্যবহার করছি।
9بالأساس، أنت من ستجعل هذا ممكناً.মূলত:, আপনিই এটা ঘটাতে পারেন।
10لن نتجاهل أي تبرع صغير.(মাত্র) ৫ ইউরো একটি বিরাট কিছু করতে পারে।
115 يورو يمكن أن تحدث فرقاً كبيراً.অনুগ্রহ করে প্রদর্শনীটিকে এবং ইয়েমেনি আলোকচিত্রীদের সমর্থন করুন।”
12نرجوكم دعم المعرض والفوتوغرافيين اليمنيين.”
13ألقِ نظرة على هذا الفيديو تقدمة المدونة الشجاعة وملف مشروعها في Ulule.সাহসী ব্লগারের তৈরী এই ভিডিওটি এবং উলুলেতে তার দান করা প্রকল্প ফাইলটি দেখুন।
14الفكرة تتمحور حول جمع الأموال لتنظيم معرض لزيادة الوعي عن اليمن ودعم المصورين اليمنيين الصاعدين.ধারণাটি হলো ইয়েমেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার একটি প্রদর্শনী অনুষ্ঠান এবং সম্ভাবনাময় ইয়েমেনি আলোকচিত্রীদের সমর্থন করার জন্যে তহবিল সংগ্রহ করা।
15تدعو أفراح المشاهدين مساعدتها لجعل هذا المعرض حقيقة.আফ্রাহ তার এই প্রদর্শনীটি বাস্তবায়ন করতে সাহায্য করার জন্যে দর্শক-শ্রোতাদের প্রতি আহবান জানিয়েছেন।
16تستمر أفراح:আফ্রাহ বলতে থাকেন:
17أعتقد أن هذا المشروع مهم جداً لأنه سيسلط الضوء على جوانب في اليمن عبر فوتوغرافيين يمنيين والذين عادة لا يحظون بفرصة لنشر رسالتهم عالمياً كما يتمنون.আমি মনে করি এই প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ইচ্ছে থাকা সত্বেও যারা সাধারণতঃ আন্তর্জাতিকভাবে তাদের বার্তা ছড়িয়ে দেয়ার সুযোগ পান না এমন ইয়েমেনি আলোকচিত্রীদের মাধ্যমে ইয়েমেনের বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণভাবে তুলে ধরবে।
18إضافة إلى مرور اليمن منذ عام بأوقات عصيبة، قد تكون هذه طريقة من عدة طرق لدعمه.আর যেহেতু ইয়েমেনের কঠোর সময় যাচ্ছে, এভাবে একে একপ্রকার সমর্থন করাও হতে পারে।