Sentence alignment for gv-ara-20110808-12523.xml (html) - gv-ben-20110802-19114.xml (html)

#araben
1سوريا: هل يمكن لتويتر أن يمنع مذبحة؟সিরিয়াঃ টুইট কি গণহত্যা বন্ধ করতে পারে?
2هذا المقال جزء من تغطيتنا الخاصة بثورة سوريا 2011.এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3ফেব্রুয়ারি মাসে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ার দেশটির সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ প্রত্যক্ষ করার পর, সিরিয়ার বিরোধী দল এবং সারা বিশ্বে তাদের সমর্থকরা দেশটির এই ঘটনায় বিশ্বব্যাপী এক সচেতনতা গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এর জন্য তারা #রামাদানমাসাকার, (রমজানেরগণহত্যা) নামক হ্যাশট্যাগ ব্যবহার করছে, যা হামা শহরের ঘটনার উপর নজর রাখার জন্য রোববারে ব্যবহার করা শুরু হয়।
4عقب أحد أسوأ أيام العنف الذي شهدته سوريا منذ أن اندلعت الاحتجاجات في أنحاء البلاد في فبراير / شباط، بدأت المعارضة السورية ومؤيديها حملة للفت الاهتمام العالمي لما يحدث في البلاد، من خلال استخدام وسم شباك مذبحة رمضان #RamadanMassacre، والذي أُطلق يوم الأحد لمتابعة التقارير القادمة من مدينة حماة.সোমবার সকালে লেবানন থেকে করা এক টুইটে @এনমোওয়াদ, এই প্রচারণার উদ্দেশ্য কি তার সারংশ করেছে: #হামার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে #রামদানমাসাকার নামক হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সাথে যোগ দিন | কায়রো স্থানীয় অনুসারে বেলা ২ টা বাজে।
5ব্রাজিলের কার্টুন শিল্পী কার্লোস লাতুউফর আঁকা চিত্রে দেখা যাচ্ছে সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল আসাদ একটি ট্যাঙ্কের উপর বসে আছে।
6সিরিয়ার টুইটা ব্যবহারকারী @লেশাক তার চিন্তা তুলে ধরেছে:
7لخصت نادين معوض من لبنان أهداف الحملة في توييتة كتبتها مطلع صباح يوم الإثنين (الأول من رمضان):গণহত্যার এক তালিকা সহ আমি এই বিষয়টি আমার স্বদেশী কুর্দিদের হাতে ছেড়ে দেব, যা আসাদের দ্বারা সৃষ্টি।
8انضم لنا لنزيد الوعي عبر تويتر باستخدامك لوسم الشباك #RamadanMassacre لأجل حماة #Hama الثانية فجراً بتوقيت القاهرة#রামাদানম্যাসাকার @বাচারারনাউট সিরিয়ার প্রতিবাদকারীদের সহায়তার জন্য একটি টুইটের প্রস্তাব করেছে :
9رسام الكاريكتير البرازيلي كارلوس لطوف يصور الرئيس السوري بشار الأسد على سطح مدرعة مستخدم تويتر السوري @LeShaque شارك برأيه:মার্চ থেকে #আসাদের হাতে #সিরিয়ায় ২০০০-এর বেশী মানুষ খুন হয়েছে, কিন্তু সাহসী এইসব মানুষেরা তাদের শাসককে উৎখাত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
10سأترك المجال لأهلي الأكراد ليزودوكم بقائمة المذابح التي مرت بهم على أيدي الأسد الأب والابن.#রামাদানম্যাসাকার রোববারে হামায় সংগঠিত ঘটনার স্মরণে তৈরি করা এক অবতার।
11كتب بشار أرنقوط @BachaarArnaout لتأييد المتظاهرين السوريين:একজন টুইটার ব্যবহারকারী তা ব্যবহার করেছে
12منذ مارس / آذار قُتل أكثر من 2000 على يد الأسد في سوريا ولكن السوريين الشجعان مصممون على إسقاط النظام.রোববারে হামায় সংঘঠিত ঘটনার স্মরণে একটি অবতার সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র বসবাস করা@রা নওন ৯৫, সে প্রতিবাদকারীদের সাথে একাত্মতা প্রদর্শনের জন্য তা পোস্ট করেছে:
13مستخدماً صورة شخصية صممت لذكرى أحداث الأحد في حماة، كتب @ranoon95 المقيم في الولايات المتحدة متضامناً:আপনি আমাদের চুপ করিয়ে রাখতে পারবেন না, আমরা এই বিশ্বের মানুষেরা জানি আপনি কি করেছেন এবং আমরা চুপ করে থাকব না।
14لن تتمكنوا من اسكاتنا فالعالم كله يدرك مافعلتموه، لن نبقى صامتين وندع هذا يستمر.এই ধরনের কাজ চালিয়ে যেতে থাকব। #রামাদানম্যাসাকার #সিরিয়া
15صورة مستخدم شخصية لإحياء ذكرى أحداث الأحد في حماة، استخدمها عدد من مستخدمي تويتر@রালাফ, মুসলমান পাঠকদের প্রতি এক আহ্বান জানিয়েছে, তাদের সে প্রশ্ন করছে:
16بينما وجهت @rallaf نداءً للقادة المسلمين سائلةً:আজকের ইফতারে আপনারা কি আহার করবেন?
17ماذا أكلتم على مائدة افطاركم اليوم؟#হামার বাসিন্দাদের জন্য রয়েছে কামানের গোলা।
18سكان حماة أفطروا على المدرعات والقنابل.# রামাদানম্যাসাকার #সিরিয়া
19ولكن رداً على توييتة من @zmossabasha والتي ذكر فيها أن “توييتة قد تمنع المذبحة!!”
20تساءل الصحفي في الراديو الوطني الأمريكي NPR آندي كارفن “هل يمكن لتوييتة فعل ذلك فعلاً؟”، معززاً من القناعة التي يشترك فيها الكثيرون والذين اقترحوا أنه بينما تساهم الشبكات الاجتماعية بشكل مؤكد في رفع وزيادة الوعي بقضية، فإن لهذه الشبكات تأثير بسيط على الأحداث في دولٍ مثل سوريا حيث، بالتأكيد ماتزال كلمة الفصل للسلطة.@জেডমোসাবাস একটি টুইট করেছে, যেটিতে বলা হয়েছে “ একটি টুইট এক গণহত্যা বন্ধ করতে পারে”, কিন্তু এর জবাবে এনপিআর-এর সাংবাদিক এন্ডি কারভিন প্রশ্ন করেছে, ” আসলে কি তা পারে?”, এতে সেই আবেগের প্রতিধ্বনি রয়েছে অনেকে যা পরামর্শ প্রদান করেছে। যদিও সামাজিক প্রচার মাধ্যম নিশ্চিত ভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারে, কিন্তু সিরিয়ার মত দেশের ক্ষেত্রে এর প্রভাব খুব সামান্য হবে।
21برغم هذا تتواصل الحملة، بينما المعارضة السورية ومؤيديها يحاولون نشر الوسم #RamadanMassacre ليصبح النقاش حول الأحداث في سوريا أحد أكثر المواضيع انتشاراً على تويتر عالمياً.তবে এই প্রচারণা চলছে, বিশেষ করে যখন সিরিয়ার বিরোধী দল এবং তাদের সমর্থকরা#রামাদানম্যাসাকার নামক হ্যাশট্যাগটিকে টুইটারে আলোচিত বিষয় পরিণত করার চেষ্টা করছে।
22এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।