Sentence alignment for gv-ara-20120824-20868.xml (html) - gv-ben-20120409-24654.xml (html)

#araben
1الكويت: شموع البدون من أجل الحريةকুয়েতঃ স্বাধীনতার জন্য বেদুইনদের মোমবাতি প্রজ্বলন
2قرر البدون في الكويت، احتجاجا على السياسات التمييزية التي تمارسها الدولة بالإضافة إلى قوات الأمن، إشعال الشموع في بيوتهم ونشر الصور على تويتر.রাষ্ট্রের বৈষম্য এবং বাছবিচারহীন গ্রেফতারের ঘটনার প্রতিবাদে, কুয়েতের রাষ্ট্রহীন সম্প্রদায় (বেদুইন)-এর নাগরিকরা তাদের গৃহে মোমবাতি জ্বালানোর এবং টুইটারে সে সবের ছবি পোস্ট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
3اقترح هذه الفكرة المدون حنظلة البدون، حيث اعتقد أن من الممكن اعتبار ذلك رسالة إلى السلطات في الكويت أن نضالهم سيستمر وأن مظاهراتهم السلمية لن تنتهي حتى يحصلون على حقوقهم.৭আন্থালা আল বেদুইন নামে এক ব্লগার এই ধারণা প্রদান করেছেন, যিনি ভেবেছেন এটা কর্তৃপক্ষের কাছে একটা বার্তা হিসেবে পৌঁছবে যে ‘লড়াই' এখনো জারি আছে, এবং তারা তাদের অধিকার অর্জন না করা পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যাবে।
4في يوم الأربعاء 4 أبريل / نيسان 2012، انهمر فيضان من الصور على تويتر حيث عبر الناس عن معنى #شمعة_حرية_وأمل. ننشر بعض الصور هنا:বুধবার, ৪ এপ্রিল-এ, টুইটার ছবিতে ভরে যায়, কারণ #شمعة_حرية_وأمل নামক হ্যাশ ট্যাগ, আরবী ভাষায় যার মানে হচ্ছে “ স্বাধীনতার এবং আশার জন্য মোমবাতি প্রজ্বলন”,-এর মাধ্যমে নিজেদের মোমবাতি প্রজ্বলনের ছবি সেখানে প্রকাশ করে।
5ينشر @m_mubher من كتابات محمود درويشটুইটারে যে সমস্ত ছবি প্রকাশ করা হয়েছে, তার কয়েকটি এখানে তুলে ধরা হলঃ
6এই ছবিটি পোস্ট করেছে @ এম_ মুবেহের, যার সাথে ফিলিস্তিনি কবি মাহমুদ দরবেশের কবিতার একটি লাইন যুক্ত করা হয়েছে: বন্দী এবং বেকাররা যা করে, আমরা তাই করছি; আমরা আশাকে বড় করছি।
7كتب طالبان من البدون باستخدام الشموع، شاركها @alenazi90 على تويتر شاركها @mohammedaloudaজর্দানের দুই বেদুইন ছাত্র আলো (মোমবাতি না ব্যবহার করে) জ্বালিয়ে “বেদুইন” শব্দটি লিখেছে, (ছবি পোস্ট করেছে @এ্যালিনাজি৯০)
8مجموعة 29 هي مجموعة من النشطاء الكويتيون في مجال حقوق البدون، وصرت المجموعة هذه الصورة لإعلان تضامنهم.ছবি পোস্ট করেছে @মোহাম্মদাআলাউদা গ্রুপ২৯; কুয়েতের একদল একটিভিস্ট, যারা বেদুইনদের অধিকারের উপর মনোযোগ প্রদান করে, তারা এই কাজের সমর্থনে এই ছবি তুলেছে।
9تصوير @al29ela(ছবি পোস্ট করেছে@ ১২৯এলা)
10إلى متى بدون؟ (تصوير @7MODQ8)তিনটি বালিকা একটি শ্লোগান ধরে আছে; আর কতদিন আমরা রাষ্ট্রহীন হয়ে থাকব?
11أعطني حريتي تصوير @mayar114; (ছবি পোস্ট করেছে @৭এমওডিকিউ৮)
12أرسلت الصورتين التاليتين إلى المدون حنظلة:এক বেদুইন নারী @মায়ার ১১৪ এই ছবি পোস্ট করেছেন, এবং বলছেন, “আমাকে আমার স্বাধীনতা দাও”
13صورة لجزء من الدستور الكويتي مرتبطة ببنود المساواة على ضوء الشموعব্লগার ৭আনথালাকে নীচের দুটি ছবি পাঠানো হয়েছে: ছবিতে মোমবাতি সহ প্রবন্ধের যে অংশ তুলে ধরা হয়েছে, তা কুয়েতের সংবিধানের সাম্যের অংশ,
14ممنوع من السفر مع وسم الحملةনীচে সমুদ্র সৈকতে মোমবাতি প্রজ্বলনের একটি ভিডিও। এটি আপলোড করেছে আরজাজি১:
15هذا الفيديو لشمعة على الشاطئ رفعه على يوتيوب arzag1: وهذا الفيديو للشموع مع محمول يعرض مقطع فيديو لمظاهرة للبدون، رفعه fal3nze:এখানে প্রথমে একটি মোমবাতি প্রজ্বলন ও প্রতীকের ভিডিও রয়েছে, যার নীচে একটি ভিডিও রয়েছে, যেখানে মোবাইলে বেদুইনদের প্রতিবাদের দৃশ্য প্রদর্শিত হচ্ছে।
16এই ভিডিওটি আপলোড করেছে ফালা৩ঞ্জ: