Sentence alignment for gv-ara-20120602-22546.xml (html) - gv-ben-20120601-27481.xml (html)

#araben
1سوريا: طرد السفراء احتجاجاً على مذبحة الحولةসিরিয়াঃ হোউলা গণহত্যার ঘটনার প্রতিবাদে রাষ্ট্রদূতদের বহিষ্কার
2المجزرة الوحشية التي ارتُكبت في منطقة الحولة دفعت بموجة من ردود الأفعال الفزعة والعاجلة حول العالم.এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর বিষয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। সিরিয়ার হোউলায় এলাকায় সংগঠিত নির্মম গণহত্যার ঘটনা সারা বিশ্বে দ্রুত তীব্র এক আতঙ্কিত প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
3عدد من الحكومات [بقية الروابط بالإنجليزية] اتخذت قرارها بطرد السفراء السوريين من أراضيها محتجةً على التصعيد الحاصل في مستوى العنف.সিরিয়ায় ক্রমশ বাড়তে থাকা সহিংসতার প্রতিবাদে বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্রের সরকার উক্ত রাষ্ট্রে অবস্থানরত সিরীয় রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
4في السادس والعشرين من مايو/أيار تمكن مراقبو الأمم المتحدة أخيراً من الوصول للحولة وأكدوا وقوع 108 أشخاص في عداد الضحايا، من ضمن هؤلاء 48 كانوا أطفالاً.
5في مؤتمر صحفي بعد الاجتماع الطارئ الذي عقده مجلس الأمن في الأمم المتحدة، تم التأكيد على “استخدام العنيف والمفرط للقوة” ضد المدنيين من قبل النظام، مما عنى أن غالبية الضحايا كانوا في الواقع قد أعدموا.অবশেষে ২৬ মে তারিখে জাতিসংঘের পর্যবেক্ষক দল হোউলায় এসে পৌঁছে এবং ১০৮ জন ঘটনার শিকার হবার বিষয়টি নিশ্চিত করে, যাদের মধ্যে ৪৮ জন হচ্ছে শিশু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরী সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিষয়টি পরিষ্কার করা হয় যে, সিরিয়ার শাসকেরা সাধারণ নাগরিকদের বিরুদ্ধে “তীব্র আক্রমনাত্মক অভিযান” পরিচালনা করছে, যার অর্থ হচ্ছে ঘটনার শিকার বেশীরভাগ নাগরিকরা নিহত হচ্ছে!
6أستراليا كانت أول الدول إعلاناً لخطوة طرد الدبلوماسي السوري.অস্ট্রেলিয়া হচ্ছে প্রথম রাষ্ট্র যারা এই ঘটনায় সে দেশ থেকে সিরীয় কূটনীতিবিদকে বহিষ্কারের ঘোষণা প্রদান করে।
7الرئيس الفرنسي فرانسوا أولاند أعلن بعدها طرد السفراء السوريين في كل من فرنسا، ألمانيا، إسبانيا، والمملكة المتحدة، بينما تبعتهم لاحقاً إيطاليا وبلغاريا، وأيضاً الولايات المتحدة الأمريكية وكندا.এরপর ফরাসী রাষ্ট্রপতি ফ্রাসোয়া ওলান্দ ফ্রান্স থেক সিরীয় রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা প্রদান করেন এবং এরপর জার্মানী, স্পেন, যুক্তরাজ্য, ইতালী এবং বুলগেরিয়া এবং একই সাথে যুক্তরাষ্ট্র এবং কানাডা তাদেরকে অনুসরণ করে।
8السفارة السورية، لندن. صورة لمستخدم فليكر Yersinia (CC BY-NC-SA 2.0).লন্ডনে অবস্থিত সিরিয় দূতাবাস, ছবি ফ্লিকার ব্যবহারকারী ইয়েরেসিনিয়া-এর (সিস-বাই-এনসি-এসএ ২.
9من باريس، الصحفي عمار عبد ربه علق: البعض سعداء لأن سفراء نظام البعث طردوا من الدول الأوروبية… سأكون سعيداً بحق لو طردوا من سوريا !!!০)। @আম্মারপ্যারিস:কেউ কেউ এতে খুশি, কারণ বাথ পার্টির সব রাষ্ট্রদূত এখন ইউরোপ থেকে বহিষ্কার হতে যাচ্ছে, … আমি সত্যি খুব খুশী হব, যখন তারা সকলে সিরিয়া থেকে বহিষ্কৃত হবে!!!
10أيساندر العمراني قال:ইসান্দার এল আমরানি বলছে:
11لابد أن كل هؤلاء السفراء الذين يتعرضون للطرد مرعوبون من العودة مرة أخرى للديار.@আরবিস্ট:এই সকল সিরীয় রাষ্ট্রদূত যাদের বহিষ্কার করা হবে, তারা ঘরের ফিরে যাওয়ার ক্ষেত্রে আতঙ্ক অনুভব করবেন, এখন সময় হয়েছে পক্ষত্যাগ করার!
12لقد حان الوقت لبعض الانشقاقات!সাকিব আল জাবরি তার প্রতিক্রিয়া প্রদান করেছে:
13لكن شكيب الجابري رد:@লেশাক: তারা তা পারবে না।
14لا يستطيعون ذلك. لقد أجبرت عائلاتهم على العودة لسوريا منذ أغسطس/آب الفائت حيث يحتجزون كرهائن لضمان استمرار ولاء السفراء.গত বছরের আগস্ট মাসে এই সব রাষ্ট্রদূতদের বাধ্য করা হয়, যেন তারা নিজেদের পরিবারকে দেশে ফেরত পাঠায় এবং সেখানে তাদের যেন অনেকটা জিম্মি করা করে রাখা হয়েছে, নিজ দেশের সরকারের প্রতি এইসব রাষ্ট্রদূতদের বিশ্বস্ততা নিশ্চিত করার জন্য তা করা হয়েছে।
15ليلى في لبنان علقت:লেবানন থেকে লেইলা উল্লেখ করছে:
16أراهن أن كل هذه الدول التي تطرد السفراء السوريين لديها سفراء اسرائيليون على أرضها.@এলসাল১৯২: আমি বাজী রেখে বলতে পারি যে সমস্ত দেশগুলো সিরীয় রাষ্ট্রদূতকে বের করে দিয়েছে, তারা সকলে ইজরায়েলী রাষ্ট্রদূতকে ধারণ করে।
17بينما أماني تلاحظ نقطة شبيهة (تقولها بتهكم):আমিনা একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রদান করেছে:
18أتوقع أن يُطرد السفراء الإسرائيليون من مختلف أنحاء العالم في المرة القادمة التي ترتكب فيها إسرائيل المذابح في غزة@@আমিনা_লেবানন: আমি আশা করছি যে আগামীতে গাজায় সংঘঠিত গণহত্যার সময় বিশ্বের বিভিন্ন দেশ ইজরায়েলী রাষ্ট্রদূতকে বহিষ্কার করবে।
19كارل شارو المقيم في لندن كتب على تويتر:হ্যাঁ ঠিক# সিরিয়া। লন্ডনে বসবাসরত কার্ল শাররো টুইট করেছে:
20طرد السفراء السوريين من الدول الغربية هو استعراض فارغ من الحكومات التي لا تملك سياسة واضحة تجاه سوريا@কার্লরিমার্কস:পশ্চিমের দেশগুলো থেকে সিরীয় রাষ্ট্রদূতদের বের করে দেওয়ার বিষয়টি আসলে ওই সরকারের অর্থহীন প্রচারণা, সিরিয়ার বিষয়ে তাদের কোন স্পষ্ট নীতি নেই# সিরিয়া।
21أضاف أيضاً مازحاً:একই সাথে তিনি রসিকতা করেছেন:
22إذن ثلاثة سفراء سوريين يدخلون إلى حانة.. لا لا انسوا الموضوع، إنهم ذاهبين لوكالة السفريات.@কার্লরিমার্ক্স: দেখা যাচ্ছে তিনজন সিরীয় রাষ্ট্রদূত একটি পানশালায় প্রবেশ করছে…না, ওই বিষয়টি ভুলে যান, তারা ট্রাভেল এজেন্ট।