Sentence alignment for gv-ara-20140711-34425.xml (html) - gv-ben-20140801-44079.xml (html)

#araben
1شاهد الإسرائيليون وهم يصفقون لقصف غزةযুদ্ধের থিয়েটার: গাজায় বোমাবর্ষণ দেখতে পাহাড়ের চূড়ায় ইজরায়েলিরা
2سينما سديروت.সডেরটে সিনেমা দেখা চলছে।
3গাজার সর্বশেষ দুরবস্থা দেখতে সডেরটের পাহাড় চূড়ায় ইজরায়েলের জনগণ উঠে এসেছে।
4يحضر الإسرائيليون الكراسي ويجلسون على تلة في مستوطنة سديروت لمتابعة الجديد عن غزة.গাজায় বিস্ফোরণের শব্দ শোনামাত্র তাঁরা হাত তালিতে মেতে উঠছে।
5يصفقون كلما سمعوا دوي الانفجارات. نشر الصحفي الدنماركي ألان شورنسن هذه الصورة على تويتر وهي تُظهر المستوطنين يشاهدون ويحتفلون بقصف غزة.ডেনিশ সাংবাদিক অ্যালান সোরেন্সন টুইটারে এই ছবিটি পোস্ট করেছেন, যেখানে অধিবাসীদের গাজার উপর বোমাবর্ষণ করা পর্যবেক্ষণ এবং উদযাপন করতে দেখা যাচ্ছে।
6أكد شورنسن أنه ألتقط هذه الصورة مساء الأربعاء (9 من يوليو / تموز) على تلة عند الحدود الإسرائيلية لمستوطنة سديروت.ইসরায়েলি শহর সডেরটের একটি পাহাড়ের চূড়া থেকে (৯ জুলাই) গত বুধবার রাতে ছবিগুলো তুলেছেন বলে সোরেন্সন নিশ্চিত করেছেন।
7شورنسن مراسل الشرق الأوسط لجريدة كريستلايت داجبلاد الدنماركية.সোরেন্সন হচ্ছেন ডেনিশ সংবাদপত্র ক্রিস্টেলাইট ডাগব্লাড এর মধ্যপ্রাচ্য সংবাদদাতা।
8قالت بعض الصحف الغربية مثل تليجراف أن مستوطنة سديروت تقصف بالصواريخ القادمة من غزة.টেলিগ্রাফের মত কিছু পশ্চিমা সংবাদমাধ্যম বলছে, গাজা থেকে নিক্ষেপিত মিসাইল ও রকেটের আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে সডেরট।
9يقول مقال “قصف الحدود الإسرائيلية لمستوطنة سديروت بالصواريخ” المنشور في تليجراف يوم 9 من يوليو / تموز، في نفس الوقت الذي ألتقط فيه شورنسن هذه الصورة: “يصف سكان مدينة سديروت الواقعة على بعد ميل واحد عن غزة الرعب الذي يعيشون فيه جراء قذفها بالصواريخ.”সোরেন্সনের এই ছবি গ্রহণের সময় গত ৯ জুন তারিখে টেলিগ্রাফে প্রকাশিত “ইসরায়েলের সম্মুখ শহর সডেরট মিসাইলের আঘাতে বিধ্বস্ত” নিবন্ধে বলা হয়েছে, “গাজা থেকে মাত্র এক মাইল দূরে অবস্থিত ‘রকেটের শহর' এর অধিবাসীরা মিসাইল গোলাবর্ষণের ভীতিকর বর্ণনা দিয়েছেন।”
10يعيش في مستوطنة سديروت حوالي 24,000 نسمة على مساحة خمسة كيلومتر مربع.সডেরটের জনসংখ্যা ২৪,০০০ জন এবং শহরটি পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
11أطلقت إسرائيل مطلع هذا الأسبوع عملية “الجرف الصامد” ضد غزة، وقتلت حتى الآن أكثر من 80 فلسطيني، كثير منهم نساء وأطفال.এই সপ্তাহের প্রথম দিকে ইসরাইল গাজার বিরুদ্ধে ব্যাপক “অপারেশন ডিফেন্সিভ এজ” চালু করেছে, যার ফলে এ পর্যন্ত ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের বেশীর ভাগই নারী ও শিশু।
12ومن غزة، أطلقت حماس التي تحكم غزة منذ 2007 صواريخ على إسرائيل.২০০৭ সাল থেকে এ অঞ্চল শাসন করা হামাস গাজা থেকে ইজরায়েলে মিসাইল হামলা করেছে।
13حتى يوم 11 من يوليو / تموز، أعلنت السلطات الإسرائيلية عن عدم سقوط أي ضحايا نتيجة لهذه الصواريخ.জুলাই এর তারিখে ইসরাইলী কর্মকর্তারা রিপোর্ট করেছেন, এতে কোন ইজরায়েলি নিহত হননি।
14لم تسبب أغلب الصواريخ الواقعة على إسرائيل أية خسائر خطيرة، بسبب القبة الحديدية الممولة من الولايات المتحدة التي اعترضت 70 قذيفة على الأقل حتى الآن، وفقًا للجارديان.যুক্তরাষ্ট্রের সাহায়তায় তৈরি আইরন ডোম বায়বীয় প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইসরাইলে আসা বেশিরভাগ রকেটেই কোন গুরুতর ক্ষতি হয়নি। গার্ডিয়ান অনুযায়ী, প্রতিরক্ষা ব্যবস্থাটি এ পর্যন্ত অন্তত ৭০ টি প্রজেক্টাইলকে রূদ্ধ করেছে।