# | ara | ben |
---|
1 | اعتقال علاء عبد الفتاح مجدداً علاء عبد الفتاح - الصورة من ويكيبيديا. | আবারো গ্রেপ্তার হলেন মিশরীয় সক্রিয়কর্মী আলা আব্দেল ফাত্তাহ |
2 | مستخدمة تحت رخصة المشاع الإبداعي - النسبة 2.5 | আলা আবেদ এল ফাত্তাহ। ছবিঃ উইকিমিডিয়া কমনস থেকে আলা এবং এল ফাত্তাহ (সিসি বাই-এসএ ২. |
3 | اعتقل الناشط والمدون المصري علاء عبد الفتاح من منزله في الساعة العاشرة من يوم الخميس 28 نوفمبر / تشرين الثاني. | ৫) বিশিষ্ট মিশরীয় সক্রিয়কর্মী এবং ব্লগার আলা আব্দেল ফাত্তাহকে তাঁর বাসা থেকে গত ২৮ নভেম্বর তারিখে বৃহস্পতিবার আনুমানিক রাত ১০ টায় গ্রেপ্তার করা হয়। |
4 | وكانت مذكرة قضائية قد أصدرت لاعتقاله يوم الثلاثاء قبله، بعد فض عنيف لمظاهرة في القاهرة. | কায়রোতে প্রতিবাদকারীদের প্রচন্ড বিচ্ছুরণের পর গত মঙ্গলবারে আব্দেল ফাত্তাহর জন্য একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। |
5 | أخبر والد المدون وسائل الإعلام أنه يعتقد أن هذه المذكرة أصدرت بناء على قانون التظاهر الجديد والذي يمنع التطاهر في مصر. | ব্লগারের বাবা স্থানীয় প্রচার মাধ্যমকে বলেছেন, তিনি বিশ্বাস করেন মিশরের রাস্তায় প্রতিবাদ জানানো নিষিদ্ধ করে কার্যকর করা একটি নতুন আইনের অধীনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। |
6 | اعتقل على الأقل 51 شخصاً في ذلك اليوم، من ضمنهم نشطاء معروفين. | ঐ দিনে কমপক্ষে ৫১ জন লোককে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন বিশিষ্ট সক্রিয়কর্মী আছেন। |
7 | وقامت الشرطة أيضاً بضربهم والتحرش بهم جنسياً. | তাদের মধ্যে অনেককেই মারধর এবং যৌন নির্যাতন করা হয়েছে। |
8 | اعتقلت الشرطة علاء بالرغم من إعلانه القيام بتسليم نفسه يوم السبت، في بيان نشره على فيسبوك، وقامت خالته الروائية المصرية المشهورة، أهداف سويف، بإعادة نشره. | শনিবারে নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে ঘোষণা দেয়া সত্ত্বেও পুলিশ আলাকে নিয়ে গেছে। তাঁর দেয়া একটি বিবৃতি অনুযায়ী এবং তাঁর খালা, সুপরিচিত মিশরীয় ঔপন্যাসিক আহদাফ সোউফ ফেসবুকে পোস্ট করেছেন। |
9 | ذكرت منال زوجته أن الشرطة كانت باستخدتم العنف المفرط أثناء الاعتقال: | তাঁর স্ত্রী মানালের মতে, পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসে সহিংসভাবে জোর খাটিয়েছেঃ |
10 | اقتحمت الشرطة المنزل واعتقلت علاء واعتدوا عليّ بالضرب. | পুলিশ আমাদের বাড়িতে জোর করে ঢুকে পরে @আলাকে গ্রেপ্তার করে এবং আমাকে প্রহার করে। |
11 | وسرقوا أجهزة اللابتوب والهواتف المحمولة الخاصة بنا. | তারা আমাদের দু'জনের ল্যাপটপ এবং দু'জনের মোবাইল ফোনই চুরি করে নিয়ে যায়। |
12 | اثار الدم في غرفة نومنا بعد ان ضربته الداخلية | আমাদের শোবার ঘরে এসে যেখানে পুলিশ আমাদের মেরেছে, সেখানটা রক্তে রঞ্জিত হয়ে গেছে @আলা |
13 | إذا الشرطة ضربوني في بيتي ماذا سيفعلون بعلاء؟ | পুলিশ যদি ইতোমধ্যে আমাদের বাড়িতেই আমাকে মারধর করে, তবে তারা @আলার সাথে কেমন আচরণ করবে ? |
14 | أنا خائفة على سلامته. | আমি তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কিত! |
15 | لا بوجد سبب معروف يوضح زمن الاعتقال، حيث أن علاء بالفعل أعلن عن تسليم نفسه يوم السبت. | এই গ্রেপ্তারের ব্যাপারে কোন ব্যাখ্যা দেওয়া হয়নি। দেখা যাচ্ছে, আলা জনসম্মুখেই বলেছেন যে শনিবারে তিনি আত্মসমর্পণ করবেন। |
16 | ربطت هبة مورايف بين اعتقال علاء وقانون التظاهر الجديد، والذي أصدر حديثاً. | মিশরের হিউম্যান ওয়াচের পরিচালক হেবা মোরায়েফ তাঁর গ্রেপ্তারের বিষয়টিকে প্রতিবাদ বিরোধী আইনের সাথে যুক্ত করেছেন, যেটি এই সপ্তাহের শুরুতে খসড়া করা হয়েছেঃ |
17 | يوضح اعتقال علاء كيف أن وزارة الداخلية أرادت تجعل نص القانون فضفاضاً في البند السابع، الذي يعطيهم المسوغ القانوني في اعتقال أي ناشط يريدون. | আলার গ্রেপ্তার দেখিয়েছে, কেন এমওআই এই আইনটিকে ৭ নম্বর ধারায় অস্পষ্ট ভাষায় তৈরি করা হয়েছে = বিবেচনার ভিত্তিতে যে কোন কাঙ্ক্ষিত সক্রিয় কর্মীকে তাঁরা গ্রেপ্তার করতে পারবে। |
18 | وسخر هشام منصور بطريقته: ما تقولش مصر عملتلنا إيه.. | হেশাম মানসুর তাঁর নিজের বক্রাঘাতমূলক প্রতিক্রিয়া জানিয়েছেনঃ |
19 | قول مصر قبضت علي علاء عبد الفتاح كام مرة | প্রশ্ন করবেন না, আমাদের প্রতি মিশর কেমন আচরণ করেছে। |
20 | - Hesham Mansour (@Heshoz) November 29, 2013 | প্রশ্ন করুন যে, আলাকে মিশর কতবার গ্রেপ্তার করেছে। |
21 | ثم ذكرت أخته منى سيف مكان أخاها بعد اعتقاله: | আলার বোন, সক্রিয়কর্মী মোনা সেইফ তাঁর ভাইকে কোন কারাগারে রাখা হয়েছে, সে সম্পর্কে তাঁর অনুসারীদেরকে জানিয়েছেনঃ |
22 | اتأكدنا إن علاء في معسكر أمن مركزي اللي جنب الإدارة العامة لقوات أمن الجيزة على طريق القاهرة الإسكندرية الصحراوي. | আমরা এখন নিশ্চিত যে আলাকে কায়রোর আলেকজান্দ্রিয়া সড়কের গিজাতে অবস্থিত সিএসএফ সৈন্যালয়ে রাখা হয়েছে। হোসনি মোবারকের শাসনামলে আলা আব্দেল ফাত্তাহকে ৪৫ দিনের কারাদন্ড দেয়া হয়। |
23 | يا رب - Mona Seif (@Monasosh) November 28, 2013 | ২০১১ সালে সেনা বাহিনীর সর্বোচ্চ কাউন্সিল পুনরায় তাকে দু'মাসের কারাদণ্ডে দন্ডিত করে। |
24 | حبس علاء عبد الفتاح خمسة وأربعين يوماً أثناء نظام مبارك وحبس مجدداً أثناء حكم المجلس العسكري في 2011، عندما ظل في السجن لشهرين تقريباً. | মোহাম্মাদ মুরসির সরকারের অধীনে ২০১৩ সালেও তাকে জনপ্রিয় ব্যাঙ্গ রচয়িতা বাসেম ইউসুফ সহকারে অভিযুক্ত করা হয়। এসব অভিযোগের বেশির ভাগই যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তা সহজেই বোঝা যায়। |
25 | واجه علاء أيضاً تهم بالتحريض من حكومة محمد مرسي في 2013، وذلك جنب إلى جنب مع باسم يوسف، والتي اعتبرها الكثيرون تهم سياسية بهدف التخويف والتهديد. | এগুলোকে ভয় দেখানোর কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রত্যেকবার, #ফ্রিআলা হ্যাশট্যাগটি সংহতি প্রকাশের জন্য নতুন করে উপরিভাগ তৈরি করেছে। |
26 | وفي كل مرة استخدم الوسم FreeAlaa# لإعلان التضامن. | এমন মনে হচ্ছে যেন, এটি আবার তাঁর চেনা পথে ফিরে এসেছে। |