Sentence alignment for gv-ara-20090529-1808.xml (html) - gv-ben-20090523-3113.xml (html)

#araben
1إيران: التدوين ضد رهاب المثلية الجنسيةইরান: সমকামীতার প্রতি বিদ্বেষের বিরুদ্ধে ব্লগিং
2বেশ কিছু ইরানিয়ান ব্লগার ১৭ই মে উদযাপিত ‘সমকামীতা বিদ্বেষের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস‘ সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছে।
3তারা ইরানে সমকামীদের প্রতি বৈষম্যের উপর তাদের উদ্বেগ প্রকাশ করেছে।
4علّق بضعة مدوّنون إيرانيون بمناسبة “اليوم العالمي ضد رهاب المثلية” [بالإنكليزية] الذي وقع على 17 آيار معبّرين عن همومهم حول التمييز ضد المثليين في إيران.পেসার দেশের অন্যান্য ছাত্রকর্মীদের প্রতি ইরানী সমকামী ছাত্রদের একটি উন্মুক্ত চিঠি প্রকাশ করেছে।
5فأصدر بسار [جميع الروابط بالفارسية] على سبيل المثال رسالة مفتوحة من الطلاب الإيرانيين المثليين إلى سائر الناشطين الطلاب في البلد:আমরা, ইরানের সমকামী ছাত্রছাত্রীরা বিভিন্ন ছাত্র ও বুদ্ধিজীবি আন্দোলনে সক্রিয় রয়েছি।
6আমরা ছাত্রদের সামাজিক ও রাজনৈতিক দাবীগুলোর সপক্ষে লড়েছি এবং আমরা ইরানের সমাজের বৈষম্যমূলক ব্যাপারগুলো নিয়ে প্রতিবাদ করেছি।
7إننا نحن، الطلاب المثليين في إيران، قد تواجدنا منذ زمن طويل في حركات الطلاب والمثقفين، واتّصلنا صلة مباشرة بلب مطالباتها الاجتماعية والسياسية، وقد احتججنا كذلك على التمييز القائم في المجتمع الإيراني.এখন সব স্বাধীনতাকামী এবং মানবাধিকার রক্ষায় রত কর্মীরা স্বীকার করেন যে সমকামীদের অধিকারও মানবিক অধিকার।
8لذلك يفهم كل من يدعو إلى الحرية وكل من يدافع عن حقوق الإنسان أنّ حقوق المثليين تساوي تلك الحقوق الإنسانية… ويتعّرض المثليون في إيران لأسوأ أنواع التعذيب والقمع والقهر على غرار البلاد الأخرى التي لا وجود للحريات الاجتماعية والإنسانية فيها.ইরান এবং অন্য অনেক দেশে যেখানে সামাজিক এবং মানবিক স্বাধীনতা অনুপস্থিত সেখানে সমকামীরা বহু বাধা এবং নির্যাতন, নীপিড়নের স্বীকার হন।
9وعلاوةً على ذلك قد أصدر كتبخان سلسلةً من الكتب التي إما تتمحور حول موضوع المثلية أم أُلّفت على يد كتّاب مثليين، فيشرح بعض المؤلفون الأسباب التي حملتهم على توفير أعمالهم على هذه المدوّنة:কেতাবখানে সমকামীদের লেখা বা তাদের সম্পর্কে লেখা বেশ কিছু বই প্রকাশ করেছে। তারা লিখেছে কেন তারা তাদের সাহিত্যকর্ম ব্লগে প্রকাশ করেছে:
10لا ينحصر وجودنا على الإقامة في مدن إيران وقراها فحسب، بل نتخلل المجتمع الإيراني متأثرين به ومؤثرين فيه.আমাদের অস্তিত্ব শুধু ইরানের গ্রাম বা নগরীর মধ্যে সীমাবদ্ধ নয়।
11إننا نعيش في هذا المجتمع ونكتب ونبدع فيه كذلك، غير أنّ عامة الناس لن يقرأوا كلماتنا طالما بقيت منفصلة عنهم.আমাদের বসবাস ইরানী সমাজের ভেতরেই। আমরা এর দ্বারা প্রভাবিত এবং আমাদের প্রভাবও এর মধ্যে পরে।
12ولاحظ غامرون أن المثليين يواجهون أخطاراً في البلاد الإسلامية التي تحكم عليهم بالإعدام، وبالإضافة إلى ذلك ينكر النظام الإسلامي الإيراني على سبيل المثال وجود المثلية الجنسية بدلاً من القيام ببرنامج يستهدف إلى تعليم الشعب حول هذا الموضوع.আমরা এই সমাজেরই অংশ। আমাদের মধ্যে একদল তাদের চিন্তা ভাবনা সম্পর্কে লিখে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ তাদের লেখা পড়তে পারে না, কারন সেসবের উন্মুক্ত প্রকাশ কঠিন।
13গ্যামেরন লিখছে যে সমকামীরা ইসলামী দেশগুলোতে হুমকির সম্মুখীন কারন তাদের মৃত্যুদন্ড পর্যন্ত দেয়া হতে পারে।
14লোকজনকে তাদের সম্পর্কে জানতে দেয়া দুরে থাক ইরানের ধর্মীয় সরকার সমকামীদের অস্তিত্বই স্বীকার করে না।