Sentence alignment for gv-ara-20120327-20453.xml (html) - gv-ben-20120327-24106.xml (html)

#araben
1مصر: جنون انتشار ملصقات أبو إسماعيلমিশর: আবু ইসমাইলের পোস্টার উন্মাদনা
2هذا المقال جزء من تغطيتنا الخاصة ب الثورة المصرية 2011.এই পোস্টটি মিশর বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3تعد الاستعدادات للانتخابات المصرية المزعم عقدها يومي 23 و24 من مايو/ أيار في أعلى درجاتها، وتنتشر ملصقات مرشحي الرئاسة الآن في الشوارع.মিশরে এখন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি পূর্ণোদ্যমে চলছে, যা কিনা ২৩ এবং ২৪ মে ২০১২-তে অনুষ্ঠিত হবে, তবে ইতোমধ্যে রাস্তায় প্রার্থীদের ছবি চলে এসেছে।
4لكن عند الحديث عن حازم صلاح أبو إسماعيل، فلا منازع له في مجال الملصقات وانتشارها.কিন্তু যখন প্রার্থী হিসেবে হাজেম সালাহ আবু-ইসমাইল-এর বিষয়টি সামনে চলে আসে, তখন দেখা যাচ্ছে পোস্টার উন্মাদনায় নিঃসন্দেহে তিনি সকলকে ছাড়িয়ে গেছেন।
5تكاد تكون منتشره في كل مكان - على الحوائط والسيارات والثلاجات والأطفال وحتى على ملصقات مرشحين آخرين. عدد لا نهائي من ملصقات أبو إسماعيلপ্রায় সকল স্থানে তার পোস্টারের উপস্থিতি চোখে পড়ছে- রাস্তার দেওয়াল, গাড়ি, ফ্রিজ, শিশুর দেহ, এবং এমনকি অন্য প্রার্থীর পোস্টারের উপরেও তার পোস্টার দৃশ্যমান।
6بالطبع لم يدع مستخدمي الإنترنت المصريين تلك الفرصة للسخرية والتندر من تلك الملصقات.আবু ইসমাইলের অগুনতি পোস্টার পোস্টারের এই খনি আবিস্কারের ঘটনা নিয়ে মজা করার লোভ, মিশরীয় নেটনাগরিকরা সম্বরণ করতে পারেনি।
7يسخر محمد حمزة:মোহাম্মদ হামজা রসিকতা করেছেন [আরবী ভাষায়]:
8@mohamad__hamza: اتوقع ان من اولويات الرئيس القادم الفقر و البطاله و ازاله بوسترات ابو اسماعيل@মোহাম্মদ__হামজা: আমি বিশ্বাস করি যে মিশরের পরবর্তী রাষ্ট্রপতির প্রধান দায়িত্ব হবে দারিদ্যের বিরুদ্ধে লড়াই, নতুন নতুন পেশা সৃষ্টি করা এবং দেওয়াল থেকে আবু- ইসমাইল-এর পোস্টার অপসারণ করা।
9تضيف رندا الطويل:রান্দা তাউইল এর সাথে যোগ করেছে:
10@randatawil: دلوقتي لما تحب توصف لحد عنوان قوله إمشي طوالي مع بوسترات أبو إسماعيل بعدين هتلاقي تقاطع سيب أول بوستر و تاني بوستر و لف مع تالت بوستر يمين@রান্দাতাউইল: এখন যদি কাউকে আপনি পথের হদিস বলে দিতে চান, তাহলে উক্ত ঠিকানা অনুসন্ধানকারী-কে বলা ভাল, রাস্তায় আবু ইসমাইলের পোস্টার ধরে এগিয়ে যাবেন, তারপর আপনি একটা মোড় পাবেন, প্রথম এবং দ্বিতীয় পোস্টার বাদ দিয়ে, তিন নম্বর পোস্টারের পাশের ডান দিকের রাস্তা ধরে এগিয়ে যাবেন।
11تكمل موندا سالم:মন্ডা সালেম এর সাথে আরো যোগ করেছে:
12@Mondasalem: عاجل وحصرى: وكالة ناسا لعلوم الفضاء تعلن عن اكتشاف 5000 بوستر للشيخ ابوسماعيل فوق سطح كوكب المرّيخ.@মন্ডাসালেম: তাজা সংবাদ: নাসা ঘোষণা করেছে যে মঙ্গল গ্রহে তারা হাজেম সালাহ আবু-ইসমাইলের ৫,০০০ পোস্টার আবিষ্কার করেছে।
13يسجل عطية عطية:এবং আত্তিয়া আত্তিয়া উল্লেখ করছে:
14@attiya_attiya:للمرة الثالثة خلال يومين .. أحد المواطنين يقسم لي أنه رأى بأم عينيه شارع خالي تماما من بوسترات ابو اسماعيل@আত্তিয়া_আত্তিয়া : গত দুইদিনে এই নিয়ে তৃতীয়বারের মত একজন শপথ করে বলল যে, রাস্তায় রাষ্ট্রপতি পদপ্রার্থীদের মাঝে আবু-ইসমাইল-এর কোন পোস্টার তার চোখে পড়েনি!!
15لم يتوقف الأمر عند هذا الحد، حيث أنتشر الأمر بين مستخدمي الإنترنت المصريين، مدونة على موقع تمبلر بعنوان “أبو إسماعيل يفعل أشياء” مليئة بالصور الساخرة.ঘটনা এখানে থেকে থাকেনি, এই নিয়ে মিশরীয় নেটনাগরিকদের মাঝে নতুন একটি ধারা শুরু হয়েছে, যার মধ্যে “আবু-ইসমাইল-এর ওস্তাদি কর্ম নামে একটি টাম্বলার একাউন্ট খোলা হয়েছে।
16كما نجد مئات الصور الأخرى المنشورة على تويتر وفيسبوك، حيث صُور أبو إسماعيل وهو يمتلك نسخته الخاصة من مواقع التواصل الاجتماعي الشهيرة:” ফেসবুক এবং টুইটার, উভয় সাইটে তার শত শত ছবি পোস্ট করা হয়েছে, যার একটি ছবিতে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ সাইটের একেবারে নিজস্ব সংস্করণে তাকে দেখা যাচ্ছে:
17فيسبوك أبو إسماعيلআবু ইসমাইলের ফেসবুক সংস্করণ
18العشاء الأخير لأبو إسماعيلলাস্ট সাপার-এ আবু ইসমাইল
19وحتى الراجل اللي واقف ورا عمر سليمان ظهر مجددا، هذه المرة يحمل ملصق أبو إسماعيل:এমনকি, কুখ্যাত ওমর সুলেমান-এর পেছনের ব্যাক্তি নামক বিষয়টি আবার দৃশ্যমান হয়েছে, এইবার তা আবু ইসমাইলের একটি পোস্টার বহন করছে:
20أبو إسماعيل مع الراجل اللي واقف ورا عمر سليمانআবু ইসমাইল, ওমর সুলেমানের পেছনের ব্যক্তিটির সাথে সাক্ষাৎ করেছে
21সবশেষে, নাগরিকরা আবু ইসমাইলের আলোচিত ভিডিও নিয়েও রসিকতা করতে ছাড়েনি, যে ভিডিও তিনি দাবী করেছেন পেপসি মানে হচ্ছে, ‘ইজরায়েলকে রক্ষার জন্য প্রতিটি অর্থ প্রদান কর' (পেপসি শব্দের প্রতিটি অক্ষর দিয়ে তৈরী করা, ‘পে এভরি পেনি টু সেফ ইজরায়েল' নামক বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে।)।
22أخيراً، لم ينس الناس أن يسخروا من فيديو أبو إسماعيل، الذي يزعم فيه أن بيبسي ترمز إلى ادفع كل بنس لإنقاذ إسرائيل:ইসমাইলকে রক্ষার জন্য প্রতিটি পোস্টার পোস্ট কর। ( পোস্ট এভরি পোস্টার টু সেভ ইসমাইল-পেপসি শব্দের অক্ষর দিয়ে এটি তৈরী করা হয়েছে)
23انشر كل ملصق لإنقاذ أبو إسماعيلএই পোস্টটি মিশর বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।