Sentence alignment for gv-ara-20120328-20482.xml (html) - gv-ben-20120327-24108.xml (html)

#araben
1কুয়েত: হ্যাশ ট্যাগ ব্যবহার করার কারণে কি একজন টুইটার ব্যবহারকারীকে জেলে পাঠানো হতে পারে?
2الكويت: هل يمكن لوسم على تويتر أن يرسل مستخدمه إلى السجن؟ مثل أي بلد على الإنترنت، يوجد مستخدمين لتويتر.বিশ্বের যে কোন দেশে নেটনাগরিকরা টুইটার ব্যবহার করছে, আর প্রতিদিন, প্রতি ঘন্টা এবং এমনকি কখনো কখনো প্রতি মিনিটে হ্যাশ ট্যাগ তৈরী করা হচ্ছে।
3وفي كل يوم وكل ساعة وأحياناً كل دقيقة، يكون هناك بعض الوسومات الجديدة. وفي الكويت، ظهر وسم، #بطارية، وبدأت المتاعب!কুয়েতে, একজন টুইটার ব্যবহারকারী #بطارية (আরবী ভাষায় যার মানে ব্যাটারী) নামক একটি হ্যাশ ট্যাগ সৃষ্টি করেছে এবং এর ফলে সকল নরকের দ্বার যেন খুলে গেছে।
4ادعى بعض مستخدمي تويتر أن كاتباً معين هو المسئول عن بدء هذا الوسم، مع مشاركة العديدين لصورة لتغريدته، والتي اعتبرها الكثيرون إساءة لحاكم البلاد، وهي حالياً غير موجودة في حساب الكاتب.অনেক টুইটার ব্যবহারকারী মনে করেন যে এই হ্যাশ ট্যাগের জন্য একজন লেখক দায়ী, অনেকে যে টুইটের স্ক্রিনশট তুলে ধরেছে, যাকে অনেকে মনে করছে দেশের শাসককে অপমান করার উদ্দেশ্যে তৈরী করা হয়েছে। তবে এটি এখন আর উক্ত লেখকের টাইমলাইনে দেখা যাচ্ছে না।
5وتفسير هذه الإهانة أن الأمير، الشيخ صباح الأحمد الصباح أشيع عنه أنه ييستعين بمنظم لضربات القلب يعمل بالبطارية.এই ‘অপমান' এর বিষয়টি হচ্ছে যে দেশটির আমীর শেখ সাবা আল আহমেদ আল সাবাহর হৃদযন্ত্রে একটি পেসমেকার বসানো আছে যা ব্যাটারী দ্বারা পরিচালিত।
6وفي غضون ذلك، فإن الكاتب الذي نتحدث عنه، محمد العجمي، لا ينفي أو يؤكد هذه الأخبار، بدلاً من ذلك يكتب تغريدات مثل:এদিকে, উক্ত লেখক যাকে এর জন্য দায়ী করা হচ্ছে, সেই মোহাম্মদ আলআজমি, এর সূত্রপাতের স্বীকার বা অস্বীকার কোনটাই করেননি এবং তিনি এই ধরনের টুইট পোস্ট করেছেন [ আরবী ভাষায়]: @abo3asam: শশশশশ!
7وهذه التغريدة مثلاً:ব্যাটারী এবং:
8١-٢ أنام ملأ جفوني عن شواردها ويسهر الخلق(بهاشتاق)ويختصم أستيقظ الأن على كل هذه الضجة التي يثيرها البعض.@আবো৩আসাম: আমি ভালো মত ঘুমিয়েছি এদিকে নাগরিকরা গভীর রাত পর্যন্ত জেগেছে এবং লড়াই করেছে। রাতে কয়েকজন মানুষ যে আওয়াজ তৈরী করেছে আমি সকালে তার শব্দে জেগে উঠলাম।
9ما كتبته بالأمس مقتطفات من مقالي.আমি গতকাল যা লিখেছি, তা আমার প্রবন্ধের টুকরো একটা অংশ।
10وبينما يعتقد الكثيرون أن التغريدة الأولى تسيء إلى أمير الكويت، وبالتالي جريمة تحت طائلة القانون الكويتي، فإن الوسم أصبح منتشراً جداً بين أقلية تبدو متفقة مع مضمون التغريدة.যখন অনেকে ভাবছেন যে ব্যাটারী নামক মূল টুইট হচ্ছে কুয়েতের আমীরকে অপমান করার উদ্দেশ্য, আর তা হলে সেটি কুয়েতি আইনে একটি শাস্তিযোগ্য অপরাধ।
11وفي الوقت نفسه، فإن أغلبية المستحدمين في الكويت تحولوا إلى داعين إلى سجن من تجرأ على الإساءة إلى الأمير.খুব ক্ষুদ্র একদল ব্যবহারকারীর মধ্যে এই হ্যাশ ট্যাগটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, দৃশ্যত যারা এই বার্তার সাথে একমত পোষণ করেছে।
12এদিকে, সংখ্যাগরিষ্ঠ টুইটারকারী এই ঘটনাটি ডাইনি শিকারে (মুলত কাউকে ধরার জন্য) পরিণত করতে যাচ্ছেন, তারা দেশের শাসককে অপমান করার মত দুঃসাহসিকতা প্রদর্শনকারীকে জেলে পোরার আহ্বান জানাচ্ছে।
13قال عبد الوهاب عيسى على تويتر، وهو مذيع تلفزيوني:টেলিভিশনের এক উপস্থাপক আবদুলওয়াহাব এলএসসা, টুইট করেছেন:
14ِ@_আবদুলওয়াহাব_: আবো৩আসাম এবং তার সকল বন্ধুকে আগামী কাল আদালতে হাজির করা হবে।
15بوعسم وربعه الى النيابة غدا ..তখন দেখব, আপনারা সেখানে কতজন উপস্থিত থাকেন।
16ورونا مراجلكم باجر أما عبد العزيز اليحيى وهو محامي والمدير التنفيذي لمحطة تلفزيونية خاصة، فأضاف:একজন আইনজীবী এবং একটি বেসরকারী চ্যানেলের সিইও (প্রধান নির্বাহী) আবদুলআজিজ আলইয়াহইয়া-এর সাথে যোগ করেছেন:
17تم طباعة جميع المستندات التي أرسلوها لي جميع المغردين الشرفاء ضد الحثالة المتهجمين على صاحب السمو ‫#بطارية@ আজিজআলইয়াহইয়া: আমীরকে অপমান করা উক্ত ছারপোকার বিরুদ্ধে পাঠানো সেই সম্মানিত টুইটার ব্যবহারকারীর সকল নথি প্রিন্ট করেছি।
18كتب حسين العبد الله، محام وصحفي آخر:আরেকজন আইনজীবী এবং সাংবাদিক হুসাইন আলআবদুল্লাহ, লিখেছেন:
19المغردين أصحاب هاشتاق ” بطارية” للنيابة العامة غدا، وجهاز أمني رصد كل التغريدات المعيبة بالذات الأميرية@এইচআলআবদুল্লাহ: ব্যাটারী নামক সকল টুইটার হ্যাশ ট্যাগ ব্যবহারকারীকে আগামীকাল আদালতে পাঠানো হবে এবং নিরাপত্তা বাহিনী রাজ নিন্দা বিষয়ক সকল টুইটের উপর নজর রাখছে।
20وفي النهاية يقول حمد الناقي، الذي يعرف نفسه بأنه عضو في منظمة العفو الدولية ومتضامن مع شعب البحرين:সবশেষে, হামাদ আলনাকি, যিনি নিজেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য এবং বাহরাইনের নাগরিকদের রক্ষাকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন, তিনি বলছেন:
21لن ننسى هاش تاق ‫#بطاريه‪ ‫#بطارية‪ ‫#البطاريه‪ ‫#البطارية‪ التعدي على مقام حضرة صاحب السمو امير البلاد لن يمر مرور الكرام@আলানাকি৮৮: আমীরকে যারা অপমান করেছে তাদের আমরা ছেড়ে দেব না! ব্যাটারী নামক হ্যাশ ট্যাগটিকে আমরা ভুলব না!