Sentence alignment for gv-ara-20091030-4006.xml (html) - gv-ben-20091104-7293.xml (html)

#araben
1مصر: العَشر شَخصِيَّات الأكثر نُفُوذاًমিশর: সেরা দশ প্রভাবশালী ব্যক্তি ব্লগার আহমেদ শুকির অনলাইনে একটি জরিপ পরিচালনা করেছেন।
2أجرى المدوَن أحمد شقير استطلاعاً للرأي على مدونته لمعرفة أكثر عشر شخصيات نفوذاً فى مصر بعد أن أعرب عن دهشته لمعرفة أن جمال مبارك نجل الرئيس المصري حسني مبارك - والمتوقع أن يخلف والده - كان من ضمن المائة شخص الأوائل فى قائمة التايمز لسنة 2009.জরিপের বিষয়বস্তু মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশ জন ব্যক্তিকে খুঁজে বের করা। তিনি এই উদ্যোগ তখন গ্রহণ করেন যখন তিনি বিস্ময়করভাবে আবিষ্কার করেন যে টাইম নামক পত্রিকায় চূড়ান্ত ভাবে নির্বাচিত ২০০৯ সালের সেরা একশ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে মিশরের রাষ্ট্রপতি হোসনি মুবারকের ছেলে গামাল মুবারকের নামও রয়েছে।
3كتب شُقير:শুকির লিখেছেন:
4كانت المفاجأة الحقيقة في اسم الشخصية العربية التالية والتي تظهر في القائمة أيضاً للمرة الأولى وتحتل المركز الثامن عشر بفارق بسيط عن الشيخ أحمد وتحصل على ثمانمائة وثلاثون ألف صوت بمتوسط 31 نقطة وهو جمال مبارك متقدماً على أسماء مثل بريتني سبيرز التي حلت في المركز الثلاثون وباراك أوباما في المركز السابع والثلاثون.
5كتبت زنوبيا التى شاركت فى استطلاع احمد شقير:
6فى بادئ الأمر لا يوجد لدينا هذا النوع من القوائم فى مصر بشكل منتظم.এই তালিকায় সত্যিকারের বিস্ময়টি ছিল আরবদের মধ্যে দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তিটিকে ঘিরে।
7ثانياً يجب أن نعرف أن هذا الاستطلاع قد تم في مدونة مصرية. المشاركون فيه عينة صغيرة جداً من المجتمع المصري.এই তালিকায় আরবদের মধ্যে তিনি আবুধাবী ইনভেস্টমেন্ট নামক প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা প্রধান শেখ আহমেদ বিন জায়েদ আল নাহিয়ানের পরের স্থানটি দখল করেছেন।
8أكثر من “120 مشاركاً على المدونة وأكثر من 300 مشاركاً في الموضوع نفسه على فيسبوك” والبعض ينظر إلى هذا الاستطلاع أنه لا يمثل رأى الشعب المصري كما أراه.৮৩৯ হাজার ভোট পেয়ে বর্তমানে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাহিয়ান ১৩ নাম্বারে অবস্থান করছেন। অন্যদিকে এই প্রথমবারের মত টাইমের চোখে সেরা ব্যক্তিদের তালিকায় উঠে এলেন গামাল মুবারক।
9وهذه هى قائمة زنوبيا التى سوف تتحدث عن الشخصيه رقم واحد لاحقا :তিনি ৮৩২. ৫৯৩ ভোট পেয়ে এই তালিকায় আরবদের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
10في المركز العاشر وبرصيد 168 نقطة حسن شحاتة المدير الفني للمنتخب المصري لكرة القدم.
11في المركز التاسع وبرصيد 181 نقطة رجل الأعمال نجيب ساويرس.সামান্য ভোটের ব্যবধানে তিনি মূল তালিকার ১৮তম অবস্থানে রয়েছেন।
12في المركز الثامن وبرصيد 200 نقطة الرئيس المصري حسنى مبارك. “28 صوتا”গামাল মুবারক এই তালিকায় ব্রিটনি স্পিয়ার্স (৩০ তম) ও বারাক ওবামার (৩৭ তম) উপরে অবস্থান করছেন।
13في المركز السابع وبرصيد 200 نقطة الصحفي إبراهيم عيسى. “46 صوتا”শুকির পরিচালিত জরীপে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী মিশরীয় ব্যক্তিদের নাম উঠে এসেছে, জেইনোবিয়া আমাদের সেই কথা জানাচ্ছেন:
14في المركز السادس وبرصيد 202 نقطة رجل الأعمال أحمد عز.প্রথমত, মিশরে এভাবে নিয়মিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকা তৈরি করা হয় না।
15في المركز الخامس وبرصيد 215 نقطة العالم أحمد زويل.দ্বিতীয়ত: আপনাকে বুঝে নিতে হবে যে এ ধরনের জরীপ কেবল মিশরীয় ব্লগে অনুষ্ঠিত হয়েছে।
16এই জরীপে অংশ নেওয়া ব্যক্তিরা মিশরীয় সমাজের অতি ক্ষুদ্র অংশ বলে বিবেচিত হয়, “শুকিরের ব্লগে ১২০ জনের বেশি এবং ফেসবুকে ৩০০ জনের বেশি ব্যক্তি এই জরীপে অংশ নেয়” এবং অনেক এটাকে সঠিক প্রতিনিধিদের নামের তালিকা বলে বিবেচনা করেছে না।
17في المركز الرابع وبرصيد 262 مضيفة التليفزيون منى الشاذلي. في المركز الثالث وبرصيد 325 نقطة لاعب كره القدم محمد أبو تريكة.তবে তারপরেও জরিপের উত্তরদাতারা যে সমস্ত নাম উল্লেখ করেছেন, বেশিরভাগ মিশরীয়দের দৃষ্টিতে তারাই মিশরের প্রতিনিধিত্ব করে বলে বিবেচিত হয়েছে, যা আমিও দেখতে পাচ্ছি।
18في المركز الثاني وبرصيد 364 نقطة جمال مبارك.সেরাদের তালিকার ক্ষেত্রে জেইনোবিয়া সেরা নয়জনের কথা আমাদের জানাচ্ছে:
19১৬৮ নাম্বার পেয়ে তালিকার দশম স্থানে অবস্থান করছেন মিশরের জাতীয় ফুটবল দলের প্রশিক্ষক হাসান শাহাতা ১৮১ নাম্বার পেয়ে তালিকার নবম স্থানে রয়েছে ব্যবসায়ী নাগিব সাউরিস ২৬ ভোটে পেয়ে ২০০ নাম্বার অর্জন করা রাষ্ট্রপতি হোসনি মুবারক তালিকার অষ্টম স্থানে রয়েছে ৪৬ ভোট পেয়ে ২০০ নাম্বার অর্জন করে সাংবাদিক ইব্রাহিম এইসা তালিকার সপ্তম স্থানে রয়েছেন ২০২ নাম্বার পেয়ে ব্যবসায়ী আহমেদ এজাজ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন ২১৫ নাম্বার পেয়ে বিজ্ঞানী আহমেদ জোয়াইল তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ২৬২ নাম্বার পেয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন টিভি উপস্থাপিকা মোনা-এল-শাজেলি ৩২৫ নাম্বার পেয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ফুটবল খেলোয়াড় মোহাম্মেদ আবু তারিকা ৩৬৪ নাম্বার পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন গামাল মুবারক
20أما بالنسبة للشخصية الأكثر نفوذا:এরাই মিশরের সবচেয়ে প্রভাবশালী গুরুত্বপূর্ণ চরিত্র,
21ولقد فاجأتنيএখন আমার বিস্মিত হবার পালা
22في المركز الأول وبرصيد 496 نقطة داعية التليفزيون الإسلامي عمرو خالد!!!৪৯৬ নাম্বার পেয়ে তালিকায় সবার উপরে অবস্থান করছেন ইসলামিক টিভির উপস্থাপক আমর খালিদ।
23مما لاشك فيه، التسع شخصيات السابقة باستثناء أحمد زويل قد لعبت دوراً هاماً ومؤثرا في حياتنا سنة 2009، ولكن عمرو خالد!!!কোন সন্দেহ নেই আহমেদ জোয়াইল ব্যতিত উপরের তালিকার সবাই ২০০৯ সালে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী কিছু ভূমিকা রেখেছে, কিন্তু আমর খালিদ!!??
24تستدرك زنوبيا:জেইনোবিয়া এ সম্বন্ধে সচেতন:
25إن هذا الاستطلاع قد تم فى موسم شهرة عمرو خالد وإن برنامجه التلفزيوني قد لعب دوراً مؤثراً في نتيجة الاستطلاع بالإضافة إلى مكانة الدين فى حياتنا.এই জরীপ পরিচালনা করা হয়েছে এক বিশেষ সময়। রমজান মাসে অনুষ্ঠিত রমজান টিভি শোর কারণে খালিদ জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে উঠেছিলেন।
26لكنهــا ما زالت تتساءل إذا كان عمرو خالد يستحق أن يأتي فى المركز الأول لهذه القائمة.এই জরিপ তার পরপরই অনুষ্ঠিত হয়। এই ফলাফল আমাদের জানাচ্ছে জীবনে ধর্মীয় ভূমিকার বাইরেও ধর্ম বিশেষ কিছু উপাদান যোগ করে।
27কিন্তু ব্লগার ভদ্রমহিলা এখনো বিস্মিত এই কারণে যে আমর খালিদ কি তালিকার এক নাম্বারে আসার মত যোগ্য ব্যক্তি।