Sentence alignment for gv-ara-20130601-29871.xml (html) - gv-ben-20130527-36631.xml (html)

#araben
1সৌদি আরবে পাঁচ ইয়েমেনি নাগরিকের শিরচ্ছেদ, রাস্তায় ঝুলছে তাদের মৃতদেহ
2সৌদি আরবে হত্যা এবং ডাকাতির অভিযোগে পাঁচ ইয়েমেনি নাগরিকের শিরচ্ছেদ করা হয়েছে।
3السعودية: إعدام خمسة يمنيين وتعليق الجثامين في الشارعশিরচ্ছেদের পর তাদের মৃতদেহ জনসম্মুখে ঝুলিয়ে রাখা হয়।
4تم إعدام خمسة يمنيين في المملكة العربية السعودية أُدينوا بجرائم قتل وسرقة وعُلقت جثامينهم في الشارع جنوب غربي مدينة جيزان.দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিযানে এ ঘটনাটি ঘটে। জনশ্রুতি রয়েছে, শিরশ্ছেদ হওয়া এই মানুষগুলো একটি ডাকাত দলের সদস্য।
5وتقول التقارير بأن هؤلاء الخمسة ينتسبون إلى عصابة وإعدامهم يرفع حصيلة الذين تم إعدامهم في السعودية خلال هذا العام إلى ٤٧، حيث إن جرائم القتل والنهب المُسلح وتجارة المخدرات والاغتصاب والردة كلها تندرج تحت الجرائم التي يُعاقب عليها بالإعدام حسب قانون الشريعة الإسلامية في السعودية.এই নিয়ে এ বছরে সৌদি আরবে শিরচ্ছেদ করা লোকের সংখ্যা ৪৭-এ দাঁড়ালো। মুসলিম শরিয়া আইন অনুযায়ী সৌদি আরবে হত্যা, ডাকাতি, মাদক পাচার, ধর্ষণ এবং ধর্ম ত্যাগ সর্বোচ্চ অপরাধ হিসেবে বিবেচিত হয়।
6অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভাষ্য অনুযায়ী, ইয়েমেনেও মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
7اليمن أيضاً تُعاقب بالإعدام ويقع ترتيبها السادس على العالم من حيث عدد عقوبات الإعدام وفقاً لمنظمة العفو الدولية، بينما تأتي السعودية في المرتبة الرابعة بعد كل من الصين وإيران والعراق بينما تأتي الولايات المتحدة في المرتبة الأولى.কয়েকজনের মৃত্যুদণ্ড দেয়ার মধ্যে দিয়ে তারা মৃত্যুদণ্ড দানকারী দেশের তালিকায় ষষ্ঠ অবস্থানে আছে। সৌদি আরবের অবস্থান চতুর্থ।
8চীন, ইরান এবং ইরাকের পরেই তাদের স্থান।
9মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে পঞ্চম অবস্থানে।
10২০১৩ সালের ২১ মে পাঁচজনের মৃতদেহ ক্রেনের সাহায্যে খোলা আকাশে ঝুলিয়ে রাখার ছবি ফেসবুকে, টুইটারে ছড়িয়ে পড়লে সবাই এতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
11تمت مشاركة صور للجثث الخمسة تتدلى من الحبل في الهواء حيث تم ربطها برافعة،على فيسبوك وتويتر في ٢١ مايو/أيار ٢٠١٣ وأثارت حفيظة الكثيرين خاصة اليمنيين الذين انزعجوا وغضبو لرؤية صور جثث أبناء بلدهم.এদের মধ্যে অনেক ইয়েমেনিও রয়েছেন। নিজ দেশের মানুষের শিরচ্ছেদ হওয়া ছবি এভাবে ঝুলিয়ে রাখায় তারা যেমন পীড়িত হয়েছেন, তেমনি ক্ষুব্ধও হয়েছেন।
12تم إعدام خمسة يمنيين وعُرضت جثثهم في شوارع السعودية.পাঁচ ইয়েমেনি নাগরিককে শিরচ্ছেদ করা হয়েছে।
13সৌদি আরবের রাস্তায় তাদের মৃতদেহ ঝুলছে।
14صورة بواسطة @Bintbattuta87ছবি @Bintbattuta87 থেকে নেয়া
15এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সৌদি অধ্যাপক এবং সম্পাদক বায়ান (@BintBattuta87)।
16তিনি তার হতাশার কথা টুইটারে লিখেছেন:
17بحزن عميق عبرت المحررة والأستاذة بيان على موقع تويتر عن أسفها لما حدث (@BintBattuta87):@BintBattuta87: ছবি: আজকে যে পাঁচজনের শিরচ্ছেদ করা হয়েছে, তাদের ছবি।
18@BintBattuta87: صورة لخمسة يمنيين أُعدموا وتم تعليق جثثهم في شوارع #المملكة ، تباً لهذا البلد ! pic.twitter.com/LwztwvfpABতাদের মৃতদেহ এখন সৌদি'র রাস্তায় ঝুলছে। মাদারচোদ একটা দেশ, হায় আল্লাহ! pic.twitter.com/LwztwvfpAB
19وتضيف:তিনি আরো লিখেন:
20@BintBattuta87: يجلس الناس في الناس في الشوارع ويحملقون في الجثامين وليس هناك من يقف ليستنكر ما حدث وهذا ما يغضبني. pic.twitter.com/za72LMdNDQ@BintBattuta87: ছবি: #KSA: লোকজনের মৃতদেহগুলোর চারপাশে দাঁড়িয়ে দেখছে। কেউ এ ঘটনার নিন্দা করছে না।
21(@Bafana3) شارك المحامي اليمني هيكل بافنا بصورة للحدث وعلق قائلاً:এটাই আমাকে কুঁড়ে কুঁড়ে মারছে: pic.twitter.com/za72LMdNDQ
22@Bafana3: هكذا تقوم السعودية بتنفيذ عقوبة الإعدام على السطو المسلح، خمسة يمنيين أُعدموا البارحة #KSA https://www.facebook.com/haykal.bafana/posts/469019226511426 … pic.twitter.com/0NcWDxYBHcইয়েমেনের একজন আইনজীবী হাইকাল বাফানা (@Bafana3) রাস্তায় ঝুলিয়ে রাখা মৃতদেহের ছবি টুইট করে মন্তব্য করেন: @Bafana3: সৌদি আরব ডাকাতদের কীভাবে শিরচ্ছেদ করে এটা হলো তার ছবি।
23صورة عن قرب لخمسة رجال أُعدمو في السعودية بواسطة @Bafana3.গতকাল #ইয়েমেনের পাঁচ নাগরিকের শিরচ্ছেদ করা হয়েছে।
24(@Sanasiino),وعلقت سناء اليمني الصحفية اليمنية المُقيمة بالمملكة المتحدة:T#KSA https://www.facebook.com/haykal.bafana/posts/469019226511426 … pic.twitter.com/0NcWDxYBHc
25@Sanasiino: أعدمت السعودية خمسة يمنيين في جيزان وتركتهم فرجة للعالم، هؤلاء هم من يحكمون في أراضينا المقدسة. pic.twitter.com/JP6QpnzXsEসৌদি আরব শিরচ্ছেদ করা পাঁচ ব্যক্তিকে পাশাপশি ঝুলিয়ে রেখেছে। ছবি @Bafana3 থেকে নেয়া.
26যুক্তরাজ্য ভিত্তিক ইয়েমেনি সাংবাদিক সানা২ আল-ইয়েমেন (@Sanasiino)কয়েকটি বিষয় তুলে ধরেছেন:
27وشارك الصحفي والمحرر السابق لقسم الشرق الأوسط بصحيفة الجاريان برايان ويتكار برابط لآخر مقالاته وأضاف: (@Brian_Whit) :@Sanasiino: সৌদি আরব জিযানে পাঁচ ইয়েমেনি নাগরিকের শিরচ্ছেদ করেছে।
28@Brian_Whit: السعودية تمضي في الإعدامات جثث بلا رأس للفرجة ! http://bit.ly/YYULRz (http://al-bab.com)তারপর তাদের ঝুলিয়ে রেখে সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে।
29وأشار برايان في مقالته كيف أن شبكة الإنترنت أثرت على مفهوم العالم عن السعودية وأضاف:এরা আমাদের পুণ্যভূমির মানুষের শাসক। Spic.twitter.com/JP6QpnzXsE
30সাংবাদিক এবং গার্ডিয়ান পত্রিকার মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক সম্পাদক ব্রিয়ান হুইটেকার (@Brian_Whit) তার সাম্প্রতিক পোস্টের লিংক টুইট করেছেন:
31إن فكرة العقاب العلني تتمحور ردع الآخرين برغم من أنه من الواضح أن ذلك لم يأت أكله، نتيجة للإنترنت أصبح بإمكان العالم أجمع وليس فقط السعودية تعزيز فكرته عند مدى وحشية المملكة.@Brian_Whit: সৌদি আরবে শিরচ্ছেদের সংখ্যা বাড়লো। মুণ্ডুহীন দেহ রাস্তায় প্রদর্শিত হলো। http://bit.ly/YYULRz (http://al-bab.com)
32এই ঘটনার মধ্যে দিয়ে সারাবিশ্বে সৌদি আরবের ইমেজ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে বিষয়ে তিনি তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন:
33সবার সামনে মৃত্যুদণ্ড দেয়ার একটা পরিষ্কার উদ্দেশ্য হলো, আর সবাইকে অপরাধ করতে নিরুত্সাহিত করা।
34কিন্তু বর্তমানে ইন্টারনেটের কল্যাণে শুধু সৌদি জনগণই নয়, সারাবিশ্বের মানুষজন দেখছে।
35আর এর মধ্যে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সৌদি রাজাদের বর্বরতা নিয়ে নেতিবাচক ইমেজ তৈরি হচ্ছে।
36তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি মন্তব্য এতে যোগ করেছেন: .
37وأضاف اقتباساً من منظمة العفو الدولية:অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে:
38لطالما استهانت السعودية بالمعايير الدولية فيما يتعلق بالمُحاكمات العادلة وإجراءات الحماية للمتهمين، الذين لا يحق لهم الحصول على محامٍ لتمثيلهم في أغلب الأحيان ولا يتم إبلاغهم بالإجراءات القانونية التي يتم اتخاذها ضدهم.“সৌদি আরব কর্তৃপক্ষ নিয়মিতভাবে আন্তর্জাতিকমানের ন্যায়বিচার এবং বিবাদীদের সুরক্ষার বিষয়টি অবজ্ঞা করে।
39“يمكن إدانتهم فقط بناء على “اعتراف” يتم الحصول عليه تحت وطأة التعذيب والمعاملة السيئة.”তাছাড়া তারা আসামীদের আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করার বিষয়টিও অস্বীকার করে।
40(@Afrahnasser)،المدونة اليمنية المقيمة بالسويد أفراح ناصر غردت على تويتر متحدية الحكومة أن تنتقد علنياً إعدام مواطنيها:মামলার কী অবস্থা এবং আইনী প্রক্রিয়ার অগ্রগতি কতটুকু হলো সে ব্যাপারেও কোনো তথ্য দেয় না।”
41@Afrahnasser: أنا أتحدى السيد هادي أو أي شخص من وزارة الخارجية اليمنية أن يصدر بياناً يندد فيه بإعدام السعودية لخمسة يمنيين! http://afrahnasser.blogspot.com/2013/05/saudi-excutes-five-yemeni-men.html?“শুধু নির্যাতন বা নানা ধরনের অত্যাচারের মাধ্যমে ‘স্বীকারোক্তি' আদায় করে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়।”
42সুইডেনে বসবাসকারী ইয়েমেনি ব্লগার আফ্রেহ নাসের (@Afrahnasser) এই শিরচ্ছেদের বিরুদ্ধে ইয়েমেনবাসীদের চ্যালেঞ্জ করার আহবান জানিয়েছেন:
43@Afrahnasser: জনাব হাদী অথবা #ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেকোনো একজনকে আমি সাহস করে সৌদি আরব কর্তৃক পাঁচ ইয়েমেনি নাগরিকের শিরচ্ছেদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ইস্যু করার আহবান জানাই! http://afrahnasser.blogspot.com/2013/05/saudi-excutes-five-yemeni-men.html?