Sentence alignment for gv-ara-20080421-698.xml (html) - gv-ben-20080406-778.xml (html)

#araben
1لبنان: بيع الهواءলেবানন: বাতাস বিক্রি হচ্ছে
2هذه نادرة قد تبيّن مدى إنتاجية اللبنانيين فيما يتعلّق بإبتكار أفكار جديدة لإنتاج المال أو لإظهار وطنيتهم.এবার আমরা আপনাদের একটি উদাহরণ দেখাব যে লেবাননীরা কি পরিমাণ পরিশ্রমী হতে পারে নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে তাদের দেশপ্রেম দেখানোতে অথবা টাকা রোজগারের উপায় বের করাতে।
3السيدة رشا نجار أبتكرت فكرة تعليب الهواء وتصديره للخارج.মিস রাশা নাজ্জার বাতাস ক্যানে ভরে রপ্তানী করার ভাবনাটি প্রথম উদ্ভাবন করেছেন।
4فتم تعليب الهواء اللبناني وتصديره لللبنانيين في الخارج.এখন তাই ক্যানে ভরা লেবাননের বাতাস রপ্তানী হয়ে প্রবাসী লেবাননীদের কাছে বিক্রি হয়।
5المدونون في “أشياء يحبها اللبنانيون” و “متفرقات لبناني آمل” سارعوا في التعليق على السابقة.স্টাফ লেবাননী পিউপল লাইক ও রাম্বলিং অফ এ লেবাননী হোপফুল ব্লগদ্বয় এই ব্যাপার নিয়ে লিখেছেন।
6نشر تري-كلوب [إنكليزي] إعلان فيديو “هوا لبنان” وكتب: يحب اللبنانيون بيع وشراء كل شيء.ট্রাই ক্লপ ব্লগ এই হাওয়া লেবনান (লেবাননের বাতাস) ক্যানের উপর করা একটি প্রমোশনাল ভিডিও পোস্ট করেছে এবং লিখেছে:
7يحب اللبنانيون أن يحسوا بإتصالهم بالتجار الفينيقين القدامى.লেবানীজরা যে কোন কিছু কিনতে ও বিক্রি করতে পছন্দ করে।
8فبالإضافة لأكل الهوا في وقت فراغهم, يحبون أيضاً أن يبيعوه.লেবানীজরা বিশ্বাস করে তারা প্রাচীন কালের ফিনিশিয়ান ব্যবসায়ীদের মত।
9لقد نجحوا في تعليب وتصدير هوا لبنان. العلبة عليها طابع وزارة الإقتصاد والتجارة اللبنانية.তাই তাদের সময় কাটানোর উৎকৃষ্ট উপায় হাওয়া খাওয়া (রূপকার্থে) ছাড়াও তারা হাওয়া বিক্রি করাতেও সিদ্ধহস্ত।
10في تلك الأثناء, كتب أنطون[إنكليزي] أن اللبنانيين منتجين ومبدعين كالكثير من غيرهم:লেবানীজরা সফল হয়েছে লেবাননের বাতাস - হাওয়া লেবনান ক্যানে ভরতে এবং তাদের রপ্তানী করতে।
11قال صديق من موقع إيباي مرة أن الصينيين مستعدين لبيع اي شيء في إيباي, “حتى أمهاتهم”, إذا كان السعر مناسب.এই ক্যানে লেবাননী শিল্প ও বাণিজ্য মন্ত্রনালয়ের সীলও রয়েছে। এদিকে ব্লগার আন্তুন লিখছে যে লেবনীজরা অন্য যো কোন জাতির মতই উদ্যোগী ও করিৎকর্মা:
12ردي علي هذا هو أن اللبنانيين منتجين ومبتكرين في هذا المجال كالكثير من الشعوب الأخرى.ইবে (অনলাইন বাজার) চষে বেড়ানো আমার এক বন্ধু বলেছিল চাইনিজরা ইবেতে যে কোন কিছু বিক্রি করতে আগ্রহী।
13ولكن الفرق بين الصينيين واللبنانيين هو أن الصينيين سوف يتمون عملية البيع, أو على الأقل سوف تحصل على مادفعت من أجله.ভাল দাম পেলে তারা তাদের মাকেও বিক্রি করতে পিছপা হবে না। আমার উত্তর ছিল যে লেবনীজরা অন্য যো কোন জাতির মতই উদ্যোগী ও করিৎকর্মা।
14أما التاجر اللبناني من جهة أخرى, سيجرب جميع الوسائل ليتغلب على المشتري في السعر أو في البضاعة ليكون هو المستفيد الأول ومع ذلك ينجح بإقناع الزبون بأنة قام بصفقة مربحة جداً مثالنا: هوا لبنان,تؤكد رشا نجار, من قامت بإبتكار الفكرة, أنها ليست ذريعة تسويق, بل بادرة قومية جداً.তবে চাইনিজ এবং লেবানীজদের মধ্যে পার্থক্য হচ্ছে যে চাইনিজরা বিক্রিটা গুরুত্বের সাথেই শেষ করবে এবং আপনার মূল্য অনুযায়ী জিনিস পাবেন। অন্যদিকে লেবানীজ ব্যবসায়ী তার সর্ব প্রচেষ্টা দিয়ে ক্রেতাকে বোকা বানিয়ে তার কাছে জিনিসটি গছাবে এবং ক্রেতাকে তার পরেও বোঝাতে সক্ষম হবে যে সে খুব কম দামেই জিনিসটি পেয়েছে।
15উদাহরণ স্বরূপ: ‘হাওয়া লেবনান' বা ক্যানে লেবাননের বাতাস।
16রাশা নাজ্জার নাম্নী চতুর মহিলার মাথায় এই বুদ্ধি এসেছে।
17তার মতে এটি চতুর বিপণন প্রচেষ্টা নয়, একটি দেশপ্রেমী প্রচেষ্টা।