Sentence alignment for gv-ara-20130614-30075.xml (html) - gv-ben-20130615-36795.xml (html)

#araben
1السعودية: أسر المعتقلين تعسفيا يحتجون من البيوتসৌদির “নিয়মবহির্ভূত কারাবন্দী”দের পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ
2৭ জুন, ২০১৩ তারিখে দ্বিতীয় আটক দিবসকে চিহ্নিত করতে এবং কারাবন্দী প্রিয়জনদের কথা সবাইকে মনে করিয়ে দিতে তাঁদের ছবি ঘরের বাইরে ঝুলিয়ে রেখেছে কারাবন্দীদের পরিবার।
3সৌদি রাজতন্ত্রের নিয়মবহির্ভূত স্বেচ্ছাচারী আটক করণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটি কর্মসূচীর ডাক দিয়েছে @ই৩টেকাল ও @আলমোনাসেরন ঠিকানার বেনামি এডভোকেসী গ্রুপ ।
4স্বাধীন মানবাধিকার উৎসগুলো বলে, নিয়মবহির্ভূত কারাবন্দী লোকের [আরবি] সংখ্যা ৩০ হাজারেরও বেশী, যাদের বেশীরভাগই ৯/১১ - পরবর্তী সময়ে “সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে” গণগ্রেপ্তারের শিকার।
5علّقت أسر المعتقلين تعسفيا صور أحباءهم المغيبين في السجون، خارج بيوتهم، لتذكير الجميع بمأساتهم، ولإحياء يوم المعتقلين الثاني الذي يوافق 7 يونيو/ حزيران 2013، وهو حدث دعت إليه جماعات ناشطة مجهولة الهوية عبر @e3teqal و@almonaseron للاحتجاج ضد الاعتقال التعسفي في السعودية ذات الملكية المطلقة.এসব বন্দীদের ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হয় এবং এদেরকে আইনজীবী ও বিচারের দ্বারস্থ হওয়া থেকেও বঞ্চিত করা হয়েছে। সৌদি আরবে প্রতিবাদ কঠোরভাবে নিষিদ্ধ এবং এতে যদি তাঁরা ধরা পড়ে তবে অংশগ্রহণকারীদের কয়েক মাস পর্যন্ত জেলে থাকতে হতে পারে।
6تؤكد مصادر حقوقية مستقلة أن هناك أكثر من 30,000 معتقل تعسفي، أغلبهم اعتقل في حملة الاعتقالات الضخمة التي تلت أحداث 9/11 أو ما سمي بـ”الحرب على الإرهاب”.প্রথম কারাবন্দী দিবসটি পালন করা হয় ২৫ মে, ২০১৩ তারিখে। সেখানে নিয়মবহির্ভূত শাস্তি প্রদানের সমাপ্তি চেয়ে নামবিহীন ভাবে অনেক পুস্তিকা বিতরণ করা হয়েছে।
7وقد تم اعتقالهم دون أمر قضائي، كما حرموا من حق توكيل محامي ومن المحاكمات.তাঁর পাশাপাশি পরিবারগুলো তাঁদের বাড়িতে কারাবন্দী আত্মীয়ের বড় ছবি ঝুলিয়ে দেয়।
8وفي السعودية، حيث تمنع المظاهرات منعاً باتاً ويخاطر من يشارك بها بقضاء عدة أشهر في السجن إذا تم القبض عليه، فإن هذا قد ساهم في ظهور أساليب جديدة للاحتجاج العلني.এটি একটি অনুশীলন, এমনকি যা অন্যান্য পরিবারগুলোকে দ্বিতীয় দিনে এই শ্রেণী-পরম্পরা অনুসরণ করতে উদ্বুদ্ধ করে। মানবাধিকার কর্মী হুদ আল-আকিলের ছবি তাঁর বাড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে।
9وكان يوم المعتقلين الأول 25 مايو/ أيار 2013 قد شهد توزيع منشورات مجهولة دعت إلى وضع حد للاعتقال التعسفي، كما اختارت بعض الأسر رفع صور أقاربها المعتقلين على واجهة منازلها.ছবিঃ @খাওলাহ২০ ভোর বেলা সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি প্রতিবাদ ব্যানার ঝোলানোর চেষ্টা করার সময় তিনজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রচার করা হয়েছে।
10وقد حذت حذوها كثير من الأسر في يوم المعتقلين الثاني.তাঁদেরকে ১৮ ঘণ্টা আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয় [আরবি]।
11সৌদি বেসামরিক ও পলিটিক্যাল রাইটস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সোলেমান আল-রাশুদির পরিবার তাঁদের বাড়িতে একটি ব্যানারসহ তাঁর ছবি ঝুলিয়েছে, যিনি ডিসেম্বরে পুনরায় গ্রেপ্তার হন।
12اعتقلت السلطات السعودية ثلاث نساء في وقت مبكر من يوم الجمعة، بينما كن بصدد تعليق لافتة احتجاجية في العاصمة السعودية، الرياض.ব্যানারটিতে লেখা আছে, “সংস্কারক ও আইনজীবি সোলেমান আল-রাশুদিকে মুক্তি দিন”।
13وقد تم احتجازهن لمدة 18 ساعة ثم أفرج عنهن.
14كما رفعت أسرة سليمان الرشودي، الرئيس السابق لجمعية الحقوق السياسية والمدنية (حسم)، الذي اعتقل مرة أخرى في ديسمبر الماضي، صورته على واجهة منزله مع لافتة تقول “أطلقوا سراح الإصلاحي والمحامي سليمان الرشودي”.এই কর্মসূচীতে সৌদি আরবের শহর বুরাইদাহের ব্যাপক অংশগ্রহণ ছিল। বিভিন্ন পাবলিক সেতু এবং অনেক বাড়িতেই ব্যানার এবং ছবি ঝোলানো হয়েছিল।
15وفي مدينة بريدة التي حظيت بمشاركة بارزة في يوم المعتقلين، علقت لافتات ضد الاعتقال التعسفي على الجسور العامة، وشاركت العديد من المنازل في رفع الصور.মানবাধিকার কর্মী হুদ আল- আকিলের (ডানের ছবি) বাড়ি সহ কারাবন্দীদের ছবি ঝুলিয়ে রাখা হয়েছে এমন বেশ কিছু বাড়ি পুলিশ বাহিনী ঘিরে রেখেছিল।
16وقد حاصرت قوات الأمن عدة منازل رفعت صور المعتقلين، من ضمنهم منزل الناشط الحقوقي هود العقيل (الصورة في الأعلى) واعتقلوا شقيقه للضغط على الأسرة لنزع اللافتة من على واجهة المنزل.তাঁরা একজন কারাবন্দীর একটি ছবি অপসারণের জন্য তাঁর পরিবারকে চাপ দিতে তাঁর ভাইকে গ্রেপ্তার [আরবি] করার খবর দিয়েছে।
17كما تم توزيع العديد من المنشورات التي تدعو إلى وضع حد للاحتجاز التعسفي.এছাড়াও নিয়মবহির্ভূত শাস্তি প্রদান বন্ধ করার দাবিতে তাঁরা অনেক প্রচার পত্রও বিতরণ করেছে।