Sentence alignment for gv-ara-20121031-26657.xml (html) - gv-ben-20121011-32183.xml (html)

#araben
1الكويت: الرصاص فى مواجهة المتظاهرين البدونকুয়েতঃ রাষ্ট্রহীন বিক্ষোভকারীদের বিরুদ্ধে শটগান ব্যবহার
2في اليوم العالمى للاعنف (2 أكتوبر / تشرين الأول 2012)، قرر البدون أن يخرجوا في مظاهرة مطالبين بحقهم في المواطنة.২ অক্টোবর,২০১২, আন্তর্জাতিক অহিংস দিবসে কুয়েতের রাষ্ট্রহীন সম্প্রদায় তাঁদের নাগরিকত্বের দাবি নিয়ে বিক্ষোভ করার সিদ্ধান্ত গ্রহণ করে।
3تظاهر البدون بشكل متقطع منذ فبراير / شباط 2011.ফেব্রুয়ারি, ২০১১ থেকে বিভিন্ন সময়ে সম্প্রদায়টি আন্দোলন চালিয়ে আসছিলো।
4وفي خلال العاميين الماضيين، قامت من تدعي أنها “ديمقراطية الخليج” باعتقال 200 متظاهر، ومثلوا أمام المحكمة، مع تلفيق القضايا لهم، ثم العفو عنهم.গত দুই বছরেরও বেশি সময় ধরে ২০০ জনেরও বেশী স্বঘোষিত ‘উপসাগরীয় গণতন্ত্র' পন্থীদের গ্রেফতার করা হয়েছে। মিথ্যা অভিযোগে গ্রেফতারকৃতদের বিচারের আওতায় আনা হয়।
5পরবর্তীতে বিচারে তারা খালাস পায়।
6وفي هذا الثلاثاء، كانت المظاهرة مختلفة؛ فقد نجحت في ضمّ 3,000 متظاهر، بالإضافة إلى وسائل الإعلام الأجنبية، والعديد من المنظمات الغير حكومية.মঙ্গলবারের এ বিক্ষোভ ছিল একটু ভিন্ন ধাঁচের। কারণ এই বিক্ষোভ প্রায় তিন হাজারের বেশী বিক্ষোভকারী, বিদেশী গণমাধ্যম এবং অনেক এনজিও'র মনযোগ আকৃষ্ট করে।
7كان عدد المتظاهرين في الأسبوع الماضي قليل - نسبياً - مقارنة بعدد البدون الذي يبلغ حوالي 120,000 من إجمالي سكان الكويت البالغ عددهم 3 ملايين.গত সপ্তাহগুলোতে বিক্ষোভকারীরা সংখ্যায় ছিল কম, ৩০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত কুয়েতে এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত লোক প্রায় ১,২০,০০০।
8বেদুঈনরা জানায়, এসব ক্ষেত্রে কুয়েতিদের মতো তাদের কোন অফিসিয়াল কাগজপত্র, যেমন পাসপোর্ট ও পরিচয়পত্র নেই।
9كلمة البدون ليس لها ترجمة في اللغات الأخرى، وفي هذه الحالة يعتبروا من سكان الكويت دون أي إثبات رسمي مثل: جواز السفر أو بطاقات الهوية.বেদুঈন অধিকার এর খবর অনুযায়ী, নিরাপত্তা বাহিনী রাবার বুলেট, ধোঁয়া বোমা, কাঁদুনে গ্যাস, শব্দ বোমা এবং প্রথমবারের মতো শটগান ব্যবহার করে।
10ووفقا لما ذكره موقع حقوق البدون، استعملت قوات الأمن الرصاص المطاطي، وقنابل الدخان، والقنابل المسيلة للدموع، والقنابل الصوتية، ولأول مرة بنادق الخرطوش.নিশ্চিত সূত্রে পাওয়া খবরে জানা যায়, আব্দুলাতিফ আল-নাভান নামে একজনের চোখে গুলি লেগেছে এবং এই মুহূর্তে তার চোখ সেরে ওঠার সম্ভাবনা খুবই কম।
11ذكر مصدر موثوق فيه أن عبد اللطيف النبهان أصيب في عينه مع احتمال ضئيل للشفاء.বেদুঈন ও কুয়েতি নেট নাগরিকদের অনলাইনে পোস্ট করা বিভিন্ন ছবি এখানে দেওয়া হলঃ
12وهنا نستعرض بعض الصور المأخوذة من البدون ومستخدمي الإنترنت في الكويت:ছবিতে এক নিরাপত্তারক্ষী বিক্ষোভকারীদের দিকে শটগান তাঁক করে আছে
13صورة لفرد أمن يصوّب بندقيته تجاه المتظاهرين.বেদুঈন বিক্ষোভকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করা হচ্ছে (পোস্ট @মোহাম্মা_ আলসালেম)
14أحد البدون لحظة اعتقاله (تصوير @Mohd_AlSalem)রাবার বুলেটে আহতদের বিভিন্ন ছবি (পোস্ট @ইয়াকুবআব্দুআল্লা)
15صور مختلفة لمصابين جراء إطلاق الرصاص المطاطي (تصوير YaqoobAbdualla@)বিক্ষোভে ব্যবহৃত অন্যতম একটি ব্যানার (পোস্ট @মোহাম্মাদ_আলসালেম)
16إحدى اللافتات التي تم رفعها في التظاهرة (تصوير Mohd_AlSalem@)গ্যাস ক্যানেস্তারা ও রাবার বুলেট (পোস্ট @ হাইশামরি)
17عبوات للغاز وفوارغ للرصاص المطاطي تصوير (HAlshammri@)মাথায় আঘাতপ্রাপ্ত বেদুঈন বিদ্রোহী (পোস্ট @ফাওয়াজফারহান)
18جرح في الرأس لأحد البدون (تصوير FawazFarhan@) صورة لقاذف قنابل الغاز المسيل للدموع على المتظاهرين (تصوير Montheralhabeeb@)বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবহৃত কাঁদানে গ্যাস নিক্ষেপণ অস্ত্রের ছবি (পোস্ট @মনথারালহাবিব)
19أحد النشطاء في الدفاع عن حقوق البدون في الكويت حسين الخالدي أثناء اعتقاله (تصوير faisalalmana@)বেদুঈনপন্থী কুয়েতি বিদ্রোহী হুসেইন আল-খালদিকে গ্রেফতার করা হচ্ছে (পোস্ট @ফয়সালালমানা)
20الرصاص المطاطي المستخدم إتجاه المتظاهرين (تصوير AleradaNews@)বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবহৃত রাবার বুলেট (পোস্ট @আলেরাদানিউজ)
21يصور هذا الفيديو 15 دقيقة من مظاهرة البدون (رفعه 7MGAN)এই ভিডিওটিতে (পোস্ট ৭এমজিএএন) বেদুঈন আন্দোলনের ১৫ মিনিটের একটি ফুটেজ রয়েছেঃ
22ورداً على الانتقادات، أصدرت وزارة الداخلية بياناً مساء الثلاثاء تدين فيه البدون، فيما سيلي ذكره:সমালোচনার মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতের ঘটনার জন্য বেদুঈনদের নিম্নোক্তভাবে দোষারোপ করে নিচের বিবৃতিটি প্রদান করেঃ
231 - محاولاتهم للضغط على أعمال اللجنة المركزية لمعالجة أوضاع المقيمين بصورة غير قانونية 2 - المسئولية عن الدعوات المغرضة وما يتردد عبر مواقع التواصل الاجتماعي من إشاعات ظلم وإجحاف لحقوقهم 3 - إثارة أعمال الشغب والعنف والدعوة للتجمهر والتظاهر غير القانوني 4 - وارتكابهم الاتلاف العمدي للمرافق والمركبات والممتلكات العامة الخاصة 5 - تعريض حياة المدنيين للخطر 6 - لتعدي على رجال الأمن 7 - التعدي على أجهزة الأمن وتخريب سيارات الإسعاف১- কেন্দ্রীয় প্রতিনিধির কাজে সামাজিক মিডিয়ার মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সরকারের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা ২- দেশের সংকটময় অবস্থার অপব্যবহার করে সমস্যা সৃষ্টি ৩- দাঙ্গা, সহিংসতা ও অনৈতিক দাবিতে বিক্ষোভ করা ৪- বর্বরতা, সড়ক অবরোধ ও রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত সম্পদে অগ্নিসংযোগ ৫- নাগরিকের জীবন ঝুঁকি পূর্ণ করে তোলা ৬- নিরাপত্তা কর্মীদের ওপর হামলা এবং ৭-এ্যাম্বুলেন্সে হামলা ও তাদের এবং নিরাপত্তা কর্মীদের ওপর পাথর নিক্ষেপ।