Sentence alignment for gv-ara-20090224-1014.xml (html) - gv-ben-20090213-1606.xml (html)

#araben
1مصر: المزيد من النشطاء والمدونين رهن الإعتقالমিশর: আরো কর্মী এবং ব্লগার গ্রেফতার
2يستمر إستهداف المدونين المصريين من قبل السلطات والشرطة [إنكليزي].মিশরের ব্লগাররা ক্রমাগত পুলিশ ও কতৃপক্ষের টার্গেটে পরিণত হচ্ছেন।
3ففي أقل من أسبوع, تم القبض على مدونين إثنين آخرين.এক সপ্তাহের কম সময়ে আরো দুজন ব্লগার গ্রেফতার হয়েছেন।
4أول قصة بدأت [إنكليزي] عندما إنطلق 14 ناشط من مصر و الولايات المتحدة والمملكة المتحدة وإسبانيا و بولندا و فرنسا في مسيرة نحو غزة تضامناً مع الشعب الفلسطيني.আমাদের প্রথম গল্পটির শুরু যখন মিশর, আমেরিকা, বৃটেন, স্পেন, প্যোলান্ড ও ফ্রান্স থেকে আগত ১৪ জনের একদল কর্মী গাজার দিকে যাত্র শুরু করে।
5عارض أمن الدولة المسيرة [إنكليزي] وقام بإختطاف النشطاء والمراسلين الأجانب أيضاً, وأطلقهم في مراكز الشرطة أو الصحراء بعد أخذهم في جولة في القاهرة.তাদের এই যাত্রারা উদ্দেশ্য ছিল প্যালেস্টাইনের প্রতি একত্বতা প্রকাশ করা। রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী এই যাত্রা ছত্রভঙ্গ করে দেয় এবং কর্মীদের আটক করে।
6تم إطلاق[إنكليزي] سراح جميع النشطاء ماعدا المدون المصري-الألماني فيليب رزق.এই সব কর্মীদের মধ্যে কিছু বিদেশী সাংবাদিকও ছিল। তাদের কায়রোয় একটি বাহনে উঠিয়ে নেওয়া হয়।
7“إختطفته” السلطات من دون أي توجيه إتهامات له, ومن دون أن يُعرَف أي شيء عن مكانه أو وضعه و من دون السماح له بالإتصال مع محاميه وأهله وأصدقائه.,তারপর তাদের কোন মরুভূমি এলাকা অথবা পুলিশ থানায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। গ্রেফতারকৃত সকল কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে, ব্যাতিক্রম কেবল মিশরীয়- জার্মান কর্মী ও ব্লগার ফিলিপ রিজক।
8[إنكليزي]
9لم يمض وقت طويل قبل أن تحاول الشرطة خطف والد فيليب[إنكليزي] “مجدي رزق”.কতৃপক্ষ তাকে কোন অভিযোগ ছাড়াই গ্রেফতার করে। কাউকে জানানো হয়নি সে কোথায় আছে।
10و عندما رفض الذهاب معهم, إقتحم أمن الدولة المنزل.তাকে তার আইনজীবি, পরিবার ও বন্ধুদের সাথে দেখা করা বা কথা বলার কোন সুযোগ দেওয়া হয়নি।
11বেশি দিন আগের কথা নয় পুলিশ ফিলিপের বাবা ম্যাগডি রিজকে তাদের সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তিনি তাদের সাথে যেতে অস্বীকার করায় জাতীয় নিরাপত্তা বাহিনী প্রকৃতপক্ষেই ফিলিপদের বাসা ভেঙ্গে দেয়।
12أعلاه صورة عن إعلان دروبي[إنكليزي] في جايكو بالأمس يقول فيه ” إقتحم أمن الدولة منزل فيليب وأخذوا كل شيء”.এ সমন্ধে আরো তাজা খবর জাইকুতে পোষ্ট করেছেন দ্রুবি। রিজকে কিডন্যাপ করার ঘটনাটি সমন্ধে বিস্তারিত পড়তে পারবেন একজন প্রত্যক্ষদর্শী সারা কার এর লেখায়।
13يمكنكم قراءة تفاصيل الإعتقال هنا عند سارة كار[إنكليزي] (شاهدة عيان).এবং প্রতিদিন এ সমন্ধে হালনাগাদ তথ্য ও অন্য ঘটনা সমন্ধে জানতে পারবেন।
14ولمتابعة وضع فيليب والأخبار المتعلقة, تابعوا روابط delicious, و Benwhite, و موقع الحرية لفيليب, ومجموعة الFacebook.এর জন্য দেুখন ডিলিসিয়াস বুকমার্ক, বেনহোয়াইট, ফ্রি ফিলিপ ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ।
15للمزيد من الأخبار, تابعوا الأخبار على Twitter هنا.আরো হালনাগাদ সংবাদ পেতে পারেন টুইটার থেকে এখানে।
16علقّت المدونة الفلسطينية ليلى الحداد[إنكليزي] على الإعتقال قائلة:প্যালেস্টাইনী ব্লগার লায়লা এল হাদাদ, রিজক -এর গ্রেফতার হওয়া নিয়ে মন্তব্য করেছে।
17এখানে সবচেয়ে খারাপ ধারণা তৈরী হচ্ছে কারণ গ্রেফতার হবার সময় ফিলিপ একাই ছিল না।
18تجدر الإشارة بأن إعتقال فيليب ليس الوحيد.প্রতিদিন প্রায় ডজনখানেক করে প্রতিবাদকারী গ্রেফতার হয়।
19فيتم القبض على النشطاء وأخذهم إلى أماكن سرية ويتم تعذيبهم على أيدي الشرطة المصرية السرية يومياً.তাদের সেখান থেকে অজানা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের উপর মিশরীয় গুপ্ত পুলিশ নির্যাতন করে।
20ففي الأسبوع الماضي فقط, تم إعتقال أكثر من 50 من ألأخوان المسلمين في مسيرة من أجل غزة.সম্প্রতি ঘটা এক ঘটনা যেটি গত সপ্তাহেই ঘটেছিল, সেদিন মুসলিম ব্রাদ্রারহুড নামের এক সংগঠনের ৫০ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
21و أكثر من 500 في الشهر الماضيগাজা বিষয়ক শোভাযাত্রার শেষে তাদেরও ধরা হয়।
22ثاني إعتقال كان لضياء جاد حسب أقوال كريم عاطف[إنكليزي] والشبكة العربية لأخبار حقوق الإنسان[إنكليزي] والأصوات العالمية[إنكليزي] الذي تم أمام منزله في السادس من شباط (فبراير):আর গতমাসে ধরা হয়েছিল ৫০০ জনকে। কারিম আতেভ (আরবী ভাষায়) এবং আরব নেটওয়ার্ক ফর হিউম্যান রাইট ইনফরমেশন এবং গ্লোবাল ভয়েস এ্যাডভোকসির মতে দ্বিতীয় দফা গ্রেফতার এর সময় দিয়া গাদ-কে টার্গেট করা হয়।
23الشرطة المصرية تقبض على وتخطف مدونতাকে ফ্রেবুয়ারীর ৬ তারিখে তার বাসা থেকে আটক করা হয়।
24كان الضباط في سيارة تابعة للأمن المركزي قبل إقتحامهم لمنزله .মিশরীয় পুলিশ ব্লগারদের আক্রমন করছে এবং গ্রেফতার করছে বা অপহরন করছে।
25যারা গাদের বাসা ভেঙ্গে হামলা চালিয়ে ঢোকে, তারা বাসায় ঢোকার আগে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মালিকানাধীন গাড়িতে বসে ছিল।
26ضياء الدين جاد هو صاحب مدونة الصوت الغاضب. http://soutgadeb.blogspot.com.দিয়াউদ্দিন গাদ ছিলেন সোয়াত গাদিব বা একটি রাগত স্বর নামের ব্লগের লেখক (http://soutgadeb.blogspot.com )।
27و لم تكشف الشرطة عن سبب أعتقاله أو مكانه.পুলিশ এখনও জানায়নি তাকে আটক করার পিছনে কি কারন ছিল অথবা কখন তাকে আটক করা হয়।
28يطالب المدونون والنشطاء المصريون بإطلاق سراح فيليب وجاد وباقي المدونين المحجوزين بإستخدام طرق جديدة و مبتكرة[إنكليزي].মিশরীয় কর্মী এবং ব্লগার এখন রিজক এবং গাদ এর মুক্তির দাবীতে নতুন নতুন ভাবে আওয়াজ তুলেছে এবং তাদের পেছনে অন্য ব্লগাররাও আছে।
29لكن الوضع باقي كما هو عليه وحملة الهجوم على المدونين مستمرة.তারা এই কাজটি করছে এক নতুন এবং সৃষ্টিশীল ভাবে। তারপরেও ঘটনা একই রকম রয়ছে এবং ব্লগারদের উপর আক্রমন চলছেই।