Sentence alignment for gv-ara-20120609-22895.xml (html) - gv-ben-20120623-27736.xml (html)

#araben
1مصر: الاعتداء على مسيرة ضد التحرش الجنسيমিশর: যৌন হয়রানি বন্ধের মিছিলে হামলা
2تحولت مسيرة تطالب بإنهاء التحرش الجنسي إلى مأساة عندما هوجمت المتظاهرات من قبل حشد من رجال غاضبين في ميدان التحرير اليوم (8 يونيو/حزيران 2012).আজ (৮ই জুন, ২০১২) তাহরির স্কোয়ারে যৌন হয়রানি বন্ধের দাবিতে মহিলাদের একটি মিছিলে ক্রুদ্ধ পুরুষদের একটি দল আক্রমণ করলে তা কুৎসিত একটি ব্যাপারে পরিণত হয়।
3شارك شهود عيان ماجرى على تويتر.প্রত্যক্ষ্যদর্শীরা টুইটারে তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন।
4صحفية أسوشيتد برس سارة الديب، والتي كانت حاضرة، تصف لنا ماجرى في هذه التغريدات:অকুস্থলে উপস্থিত আসোসিয়েটেড প্রেসের সাংবাদিক সারাহ এল দীব নিচের টুইটগুলোতে যা ঘটেছে তা বর্ণনা করেছেন:
5الإهانة في مسيرة إنهاء التحرش الجنسي كانت من قبل العديد من الرجال - كانت مستهدفة لفضها والاعتداء على المشاركين.@এসএলদীব: #যৌনহয়রানিবন্ধ মিছিলের উপর অনেকগুলো লোকের হামলা - যার উদ্দেশ্য ছিল একে ছত্রভঙ্গ করে দিয়ে অংশগ্রহণকারীদের অপমান এবং হামলা করা।
6تصدى الرجال في مسيرة إنهاء التحرش للمعتدين ولكن العدد كان كيبراً وحوصر بعض النساء.@এসএলদীব: মার্চ #যৌনহয়রানিবন্ধ মিছিলের পুরুষরা আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করেছে কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় কিছু মহিলা কোণঠাসা হয়ে হয়ে পড়েন
7فَزِع الناس في المنطقة من الحشد وقام البعض بإغلاق محله بسبب ما بدا من العنف في مسيرة إنهاء التحرش.@এসএলদীব: পুরুষদের দলটি এলাকার লোকদের ভয় ধরিয়ে দেয় আর কেউ কেউ তাদের দোকান বন্ধ করে দেয় #যৌনহয়রানিবন্ধ (মিছিলটিকে) ভয়ংকর মনে হওয়ায়।
8في النهاية محل واحد وفر الحماية للمشاركين.শেষ পর্যন্ত ১টি দোকান আশ্রয় দিয়েছে
9بعض الشهود قالوا أن الناس المحيطة بالمسيرة تجادلوا مع الفتيات قبل بدء الإعتداء@এসএলদীব: কিছু কিছু প্রত্যক্ষদর্শী বলেছেন #যৌনহয়রানিবন্ধ মিছিলে হামলা শুরুর আগে থেকেই আশেপাশের লোকগুলো মেয়েদের উত্যক্ত করছিলো
10جاك قطع إيدك.“আপনার হাত বিরত থাকুক।
11لاللتحرش الجنسي، قراءة للافتة رفعت في المظاهرة.যৌন হয়রানিকে না”- লেখা একটি প্ল্যাকার্ড।
12الصورة نشرت على تويتر عبر سارة الديبটুইটারে সারাহ এল দীব ছবিটি ভাগাভাগি করেছেন
13استمرت التقارير عن التحرش الجنسي في التقاطر خلال أشهرالمظاهرات.বিক্ষোভের মাসগুলো জুড়েই যৌন হয়রানির অভিযোগগুলো অব্যাহতভাবে চুইয়ে চুইয়ে এসেছে।
14ذكرت أميرة هويدي في السياق:আমিরা হাওয়েইদি এর পটভূমি প্রদান করেছেন:
15التحرش الجنسي بالفتيات المتظاهرات هو ممارسة ممنهجة افتعلها حزب مبارك الوطني وتعود أيامها لعام 2005@আমিরাহাওয়েইদি: মহিলা বিক্ষোভকারীদের যৌন হয়রানি ২০০৫ সাল থেকে মুবারকের জাতীয় গণতান্ত্রিক দল আবিষ্কৃত একটি প্রতিষ্ঠিত প্রথা
16تساءل Turk4Syria@ هل اُعتُقل أي أحد لتحرشه بالنساء رد عليه محمد يحيى:@তুর্ক৪(ফর)সিরিয়া মহিলাদের হয়রানি করে কেউ কখনো গ্রেফতার হয়েছে কিনা জিজ্ঞেস করলে মোহাম্মেদ ইয়াহিয়া জবাব দেন:
17لم يعتقل أحد قط.@মোহাম্মেদওয়াই: @তুর্ক৪(ফর)সিরিয়া কখনো কেউ না।
18فالممارسات منهجية لدرجة أن البعض يشك أن من هم في السلطة أقرّوها لتخويف المتظاهرات.এটা এতটাই নিয়মমা্ফিক যে অনেকেই সন্দেহ করেন ক্ষমতাসীনরা মহিলা বিক্ষোভকারীদের দমন করার জন্যে এর পৃষ্ঠপোষণ করেন।
19اقترحت شيرين ثابت:#যৌনহয়রানিবন্ধ
20@sherinethabet: الجملة اللي بقولها في كل حتة مع اي حد، المتحرش مش هايسمع الكلام، المتحرش مش هاتقدر توعيه، المتحرش لازم يكش، لازم المجتمع ينبذه، بس.শিরিনথাবেত সুপারিশ [আরবী ভাষায়] করেছেন:: একটি কথা আমি সব জায়গায় সবার কাছে বারবার বলি সেটা হলো: হয়রানিকারীরা কারো কথা শুনবে না।
21واختتمت دينا عادل:হয়রানিকারীদের শিক্ষিত করা সম্ভব নয়।
22رجاءاً رجاءاً هل نستطيع الاستفادة من تجدد موجة الغضب بسبب التحرش الجنسي ونستفيد من ذلك لمحاربته؟হয়রানিকারীদের নিশ্চিহ্ন করা প্রয়োজন এবং সেটা করার একমাত্র উপায় হলো সমাজিকভাবে তাদের প্রত্যাখ্যান করা। এটাই দরকার।
23এবং দীনা _আদেল উপসংহার টেনছেন এভাবে:
24@দীনা _আদেল: অনুগ্রহ করে আমরা কী যৌন হয়রানি নিয়ে পুণরুজ্জীবিত এই ক্রোধকে কাজে লাগিয়ে এর বিরুদ্ধে যুদ্ধের জন্যে শক্ত (বোধগম্য) একটি পদক্ষেপ নিতে পারি?
25مزيد من التفاعل متوفر في الوسم EndSH# على تويتر.#যৌনহয়রানিবন্ধ আরো প্রতিক্রিয়া পাওয়া যাবে টুইটারে #যৌনহয়রানিবন্ধ হ্যাশট্যাগে।