Sentence alignment for gv-ara-20090919-2663.xml (html) - gv-ben-20090920-6299.xml (html)

#araben
1مصر: مُرشح قبطي للرئاسة؟মিশর: কপ্ট ধর্মীয় ব্যক্তির নির্বাচনে রাষ্টপ্রতি পদপ্রার্থী হওয়া
2২০০৫ সালে আল ঘাদ পার্টির আইমান নুর ও নিউ ওফাদ পার্টির নোমান গোমা রাষ্ট্রপতি হোসনি মুবারকের বিপক্ষে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।
3في أيلول\سبتمبر 2005 رشح أيمن نور من حزب الغد ونعمان جمعة من حزب الوفد الجديد رشحوا أنفسهم ضد الرئيس حسني مبارك.নুরের বিরুদ্ধে প্রতারণা ও গোমার বিপক্ষে উন্মাদনার অভিযোগ আনা হয়! ২০০০ সাল থেকে গামাল হোসনি মুবারক তার পিতার উত্তরসুরি হিসেবে বেড়ে উঠছে।
4أتُّهم نور بالتزوير وجمعة بالجنون!ভবিষ্যতের রাষ্ট্রপতি হিসেবে তার এই বেড়ে ওঠা কোন বিশেষ বিরোধীতা ছাড়াই ঘটছে।
5منذ عام 2000، تم إعداد جمال حسني مبارك ليكون خليفة أبيه حيث أن الرئيس القادم بدون أى منافس واضح، في آب\أغسطس 2009، أطلق جمال مبارك مبادرته شارك حيث أطلق منتدى مفتوح على الإنترنت (شارك) حيث يعد بمخاطبة كل الأسئلة المطروحة من قبل شباب الإنترنت المصرى الواعى بنفسه.২০০৯ সালে গামাল মুবারক তার এক বিশেষ উদ্যোগ শারেক [অংশগ্রহণ] চালু করেন, যেখানে তিনি এক উন্মুক্ত অনলাইন সভা তৈরি করেছেন (শারেক ফোরাম)। সেখানে তিনি প্রতিশ্রুতি প্রদান করেন, ইন্টারনেট জানা মিশরীয়দের শারেকে রাখা সকল প্রশ্নের উত্তর তিনি নিজে প্রদান করবেন।
6قرر مؤخراً المغني المصري محسن الصياد القيام بحملة من أجل جمال مبارك على طريقته [أغنية عربية].পরে মিশরীয় গায়ক মোহসেন এল সাইয়াদ তার নিজস্ব উপায়ে গামাল মুবারকের পক্ষে প্রচারণা চালানোর উদ্যোগ নেন [আরবী গান]।
7اسم الأغنية جمال مبارك … ليه لأ؟এই গানের শিরোনাম, গামাল মুবারক… কেন নয়?
8شائعة تنص على أن عمر سليمان، رئيس جهاز المخابرات المصرية مرشح مؤهل للانتخاب الرئاسي. في حزيران\يونيو 2009، تم تكريس مدونة ومجموعة على فيس بوك لدعم عمر سليمان.গুজব রয়েছে যে মিশরীয় গোয়েন্দা বিভাগের প্রধান ওমার সলিমানও আগামী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক যা ২০১১- এর জুনে অনুষ্ঠিত হবে, একটি ব্লগ এবং ফেসবুক গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে, যে তারা সলিমানকে সমর্থন করবে।
9আজ বিকেয়া মাসার এর আবদেল সালাম জানাচ্ছেন: এক কপ্টিক ধর্মের আইনজীবী রাষ্ট্রপতি নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন।
10মিশরের ইতিহাসে এটি এক নজীর বিহীন ঘটনা, কপ্টিক আইনজীবী মামদুহ রামজী ২০১১ সালে অনুষ্ঠিতব্য মিশরের রাষ্ট্রপতি নির্বাচনে নিজেকে এক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
11أبلغ اليوم محمد عبد السلام من بيكيا مصر: محامي قبطي يترشح للرئاسة:তিনি প্রথম ব্যক্তি যিনি দেশটির সেরা পেশায় কাজ করার ইচ্ছায় নিজের নাম পেশ করলেন।
12في خطوة جديدة لما يسبق لها مثيل، أعلن المحامي القبطي ممدوح رمزي عن استعداده لترشيح نفسه لانتخابات مصر الرئاسية 2011، حتى يصبح بذلك أول شخص يرشح اسمه لأعلى وظيفة في البلاد.রামজী স্থানীয় এক পত্রিকা আল- ইয়োউম আল-সাবায় দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, তার প্রার্থীতা নিয়ে যে গুজব শোনা যাচ্ছে তা সত্যি। আমি প্রথম মিশরীয় কপ্ট, যে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থীতা ঘোষণা করলাম।
13قال رمزي في لقاء صحفي حصري مع اليوم السابع أن الإشاعة بشأن ترشيحه صحيحة.মিশরের সেরা চাকুরি রাষ্ট্রপতি পদ, এর মনোনয়ন পাবার জন্য যা যা দরকার সে সব পূরণ করার পর তিনি একথা বলেন।
14قال “أنا أول قبطي سيرشح نفسه للانتخابات الرئاسية، بعد اجتماع الشروط والمتطلبات للترشيح لهذا المنصب، الذي يعد أعلى منصب في مصر،”এই ব্লগার জানাচ্ছেন এই ব্যাপারে চার্চের অবস্থান: বিখ্যাত কপ্ট আইনজীবীর রাষ্ট্রপতি নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্তকে অর্থডক্স ও প্রটেস্টান্ট চার্চ স্বাগত জানিয়েছে।
15بالنسبة لموقف الكنيسة، يلاحظ المدون:
16رحبت كل من الكنيسة الارثوذكسية والبروتستانتية في البلاد بقرار المحامي القبطي البارز للترشيح، قائلين أن هذا القرار دليل على الوحدة الوطنية، نظراً للشروط الحالية لمرشح الرئاسة.তারা বলছে, এই সিদ্ধান্ত জাতীয় ঐক্যের প্রতীক, রাষ্ট্রপতি নির্বাচনের শর্তানুসারে ও সাংবিধানিক মতে রামজি এক অন্যতম প্রার্থী।
17جدير بالذكر أن رمزي عضو قيادي في الحزب الدستوري.তবে দেশটির ক্যাথলিক চার্চ এই মনোনয়নকে, সংবিধান বিরোধী বলে উল্লেখ করেছেন।
18সালিব মাট্টা সোয়ারিস, যিনি চার্চ অফ দা সেন্ট জর্জ এর যাজক তিনি বলেন, “চার্চ দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম কপ্টিক প্রতিদ্বন্দ্বিতাকারীকে তার রাজনৈতিক চিন্তার জন্য স্বাগত জানান।
19ومع ذلك، اعتبرت الكنيسة الكاثوليكية الترشيح على أنه “مخالفة دستورية.দেশটির রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য সে নিজেকে মনোনীত করেছে।
20“قال القس صليب متى ساويرس، قس في كنيسة القديس جورج، “ترحب الكنيسة بأول قبطي للمشاركة في الحياة السياسية بتلك الفكرة حيث يريد ترشيح نفسه لمنصب رئيس الجمهورية.”কিন্তু তিনি যুক্তি দেখান, এই কাজটি কাজ হবে না, এই পদে বলাই বাহুল্য যে ধর্মের সংখ্যাগরিষ্ঠতা বেশি তাদেরই প্রার্থী গ্রহণযোগ্য হবে। এর মানে একজন মুসলিম এই পদে বেশি মানানসই।
21لكنه، جادل بأنه ليس من السهل وذلك “أنه أمر منطقي أن يكون المرشح لهذا المنصب يتبع دين الأغلبية،” يعني مسلم.সোয়ারিস ব্যাখ্যা করেন, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার শর্ত পূরণ করা যে কোন মিশরীয় প্রার্থীকেই তারা স্বাগত জানাবে।
22أوضح ساويرس أن الكنيسة ترحب بأي مصري مستوفي شروط الترشيح، لكنه يرى هذا الأمر “مضيعة للوقت” لأنه إذا أراد شخص ما أن يقود حمله انتخابية، ” لابد من وجود دراسة وخطة قبل القيام بذلك.”কিন্তু তিনি মনে করে এটা “সময়ের অপচয় মাত্র”, কারণ যখন কেউ সিদ্ধান্ত নেয়, সে নির্বাচনে লড়বে তা হলে অবশ্যই তাকে নির্বাচনের আগে এই ব্যাপারে গবেষণা এবং পরিকল্পনা করতে হবে।