Sentence alignment for gv-ara-20110113-8334.xml (html) - gv-ben-20101120-13422.xml (html)

#araben
1إيران: غضب عارم عبر الإنترنت ضد حسن نصر اللهইরান: লেবাননের হেজবুল্লাহ নেতার বিরুদ্ধে অনলাইনে ক্ষোভ
2انفعل العديد من المدونين الإيرانيين إثر ظهور فيديو يصرح من خلاله الأمين العام لحزب الله السيد حسن نصر الله بأن إيران ليست حضارة فارسية وإنما حضارة إسلامية بحته، وبأن مؤسس الجمهورية الإسلامية ذو أصول عربية.বেশ কিছু ইরানী ব্লগার এক অনলাইন ভিডিওর উপর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, যেখানে হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নসরুল্লাহ বিতর্কিতভাবে দাবি করেছে যে, ইরানে এখন আর পারসিক সভ্যতার কোন কিছু অবশিষ্ট নেই, তার বদলে সেখানে ইসলামিক সভ্যতা বিরাজ করছে এবং এখানে ইসলামিক প্রজাতন্ত্রের স্থপতিরা মূলত আরবের উত্তরসুরি।
3وذكر موقع أفتاب الإخباري الإيراني بأن الفيديو على جزأين، ويبدو أن نصر الله قد ألقى خطابه هذا في السنة الماضية.ইরান ভিত্তিক এক ওয়েবসাইট আফতাব নিউজ বলছে [ফরাসী ভাষায়] যে, এই চলচ্চিত্রটি দুই ভাবে নির্মাণ করা হয়েছিল এবং মনে হচ্ছে যে নসরুল্লাহর ভাষণ গত বছর প্রদান করা হয়েছিল।
4وفي جزء آخر من الفيديو أثنى نصر الله على النظام الإيراني لما قام به من قمع تجاه الاحتجاجات التي أعقبت الانتخابات الرئاسية في يوليو / تموز 2009.ভিডিওর আরেকটি অংশে নসরুল্লাহ একই সাথে গত বছর জুন মাসে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে যে প্রতিবাদ বিক্ষোভ তা দমন করার করার জন্য ইরানী শাসকদের প্রশংসা করেন।
5وقد تم إنشاء صفحة فيسبوك خاصة بمعارضي حزب الله من الإيرانيين، والتي تضم أكثر من 9000 شخص (الصورة أعلاه من الصفحة).নসরুল্লাহর এ সব বক্তব্যের বিরোধিতার জন্য ইরানীদের পক্ষ থেকে এক ফেসবুক পাতা খোলা হয়েছে, যার ৯০০০ জন সমর্থক রয়েছে (উপরের ছবিটি ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে)।
6وكتبت من تدعى الحركة الخضراء في إيران ساخرة:রায়ে সাবজ ইরান (সবুজ ইরানের জন্য ভোট) পরিহাসের সাথে লিখেছে [ফরাসী ভাষায়]:
7يا سيد نصر الله، هل تحصل على أموال النفط من خزائن الأموال العربية؟!জনাব. নসরুল্লাহর তেলের পয়সা কি কোন আরবের গুপ্তধনের বাক্স থেকে এসেছে?
8إنك تنعم بأموال إيران وتنكر حضارتها العتيقة.. أفق من غفلتكআপনি ইরানের পয়সা ভোগ করেন, কিন্তু ইরানের প্রাচীন সভ্যতাকে অস্বীকার করেন… জেগে উঠুন।
9كما عبرت مدونة سايت عن غضبها:সাইটও নসরুল্লাহর প্রতি ক্ষুব্ধ এবং সে বলছে:
10إن الأنظمة الدينية وحدها التي تخلق له هذا الوهم ليتلفظ بأمور لا معنى لها.“কেবল এক ধর্মীয় শাসন এমন বিভ্রান্তির সৃষ্টি করতে পারে, যার ফলে সে এ রকম অর্থহীন কথা বলছে।
11نحن العلمانيون يجب أن نتحد ونعلن بدء نظام سياسي بعيد عن القوى الفوقطبيعية.আমরা, যারা ধর্ম নিরপেক্ষ তারা একসাথে রয়েছি এবং ঘোষণা করছি যে অতিপ্রাকৃত কোন শক্তির সাথে সম্পর্কযুক্ত নয়, আমরা এমন এক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চাই।
12وكتب أزارميهر:আজারমেহের লিখেছে:
13إذا ها نحن هنا الآن!“কাজেই আমরা সেভাবেই যাচ্ছি!
14الآن نعرف بالضبط أين تذهب إيران ومن يحكم إيران.এখন আমরা জানলাম ইরানে ঠিক কি হচ্ছে এবং আসলে কে ইরানকে শাসন করছে।
15شكراً لك أيها الشيخ نصر الله لذكر ما هو واضح وبدهي.অবশ্যম্ভাবী কথাটি উচ্চারণের জন্য শেখ নসরুল্লাহ আপনাকে ধন্যবাদ।
16إن بلدنا الآن تحت سيطرة مغتصبين أجانب يهددون هويتها وحضارتها وتراثها، ولكن لا تسعد كثيراً يا شيخ نصر الله، فقد واجهت إيران مغتصبين أسوأ منك وحولتهم إلى إيرانيين.আমাদের দেশটি বিদেশী দখলদারদের দখলে রয়েছে, যারা আমাদের জাতীয় পরিচয়, ঐতিহ্য এবং সৃংস্কৃতিকে ধ্বংস করার হুমকি প্রদান করছে। কিন্তু এত খুশী হবার কিছু নেই শেখ নসরুল্লাহ, ইরান আপনার চেয়েও খারাপ দখলদারদেরও মোকাবেলা করেছে এবং তাদের ইরানী বানিয়ে ফেলেছে।
17أنت أيضاً لن تنجح، إيران لن تموت.আপনিও এ কাজে সফল হবেন না। ইরান কখনোই ধ্বংসপ্রাপ্ত হবে না।