# | ara | ben |
---|
1 | إليري بيديل المديرة الجديدة لدفاع الأصوات العالمية | গ্লোবাল ভয়েসেসের নতুন এ্যাডভোকেসি পরিচালক হলেন এলেরি বিডল |
2 | إليري في قمة الأصوات العالمية للعام 2015، من تصوير جيريمي كلارك | জানুয়ারিতে অনুষ্ঠিত গ্লোবাল ভয়েসেস শীর্ষ বৈঠক ২০১৫ আসরে এলেরি। ছবিঃ জেরেমি ক্লার্ক |
3 | | আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে অ্যাডভোকেসি সম্পাদক হিসেবে দুই বছর কাজ করার পর এলেরি বিডল হতে যাচ্ছেন গ্লোবাল ভয়েসেসের নতুন অ্যাডভোকেসি পরিচালক। |
4 | | ২০১০ সালে গ্লোবাল ভয়েসেসের একজন স্বেচ্ছাসেবক লেখক হিসেবে যোগ দেয়ার পর থেকে এলরি অনলাইনে স্বাধীনভাবে কথা বলতে পারার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজেকে একজন প্রাণবন্ত এবং আবেগপ্রবণ প্রবক্তা হিসেবে প্রমাণ করেছেন। |
5 | يسعدنا، بعد مرور عامين على تولي إليري بيديل منصب محرر دفاع الأصوات العالمية، الإعلان عن كونها الآن المدير الجديد للمشروع. | ২০১৩ সালে যখন তিনি অ্যাডভোকেসি সম্পাদক হলেন, তখন তিনি আমাদের গল্প সংগ্রহের ক্ষেত্রে কঠোরতা এবং আঞ্চলিক বৈচিত্র্যের এক নতুন মাত্রা নিয়ে এলেন। |
6 | منذ انضمامها للأصوات العالمية ككاتبة متطوعة في 2010، أثبتت نفسها كمناصرة حقوقية نشطة في سبيل التعبير بحرية على الإنترنت. | তাঁর সাথে সাথে ইন্টারনেট নীতির একটি বিস্তৃত জ্ঞান এবং বাকস্বাধীনতা অ্যাডভোকেসি যুক্ত করলেন। |
7 | ومنذ أصبحت محررة دفاع الأصوات العالمية في 2013، وصلت إلى مستويات جديدة من التنوع الإقليمي والصرامة لتغطية الأصوات العالمية، بالإضافة إلى المعرفة المستفيضة في سياسات الإنترنت ومناصرة حرية التعبير على الإنترنت. | এলরির প্রচেষ্টায় জিভি অ্যাডভোকেসির লেখকেরা আরও বেশি মাত্রায় পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে এবং প্রকাশিত হতে সক্ষম হলেন। গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট এবং স্লেটের মতো প্রধান প্রধান প্রচার মাধ্যমের কাছ থেকেও ব্যাপক সাড়া পাওয়া গেল। |
8 | نجحت إليري في تسليط الضوء على جهود كاتبي دفاع الأصوات العالمية، وذلك مثل إعادة نشر المحتوى في وسائل إعلامية كبرى مثل الجارديان، الواشنطن بوست بالإضافة إلى سليت. | গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় এবং সারা পৃথিবীর ইন্টারনেট নীতি বিশেষজ্ঞদের মাঝে একটি সেতু বন্ধন তৈরি করতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। |
9 | عملت إليري على بناء صلات بين الأصوات العالمية وخبراء سياسات الإنترنت في العالم، ونجح ذلك في ضخ دماء جديدة في الحديث المستمر عن الحقوق الرقمي على المستوى العالمي. | তাঁর এই প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক ডিজিটাল অধিকার কথোপকথনের ক্ষেত্রে অনেক নতুন কণ্ঠস্বর এবং কোন সমস্যার বিভিন্ন দিকের আপাত সংযোগ ঘটানো গেছে। |
10 | إليري مع أصدقاء من الأصوات العالمية في برلين في يوليو / تموز 2014، تصوير صبحشيش بانيجراهي | ২০১৪ সালের জুলাই মাসে বার্লিনে গ্লোবাল ভয়েসেসের বন্ধুদের সাথে এলরি। |
11 | أصبحت إليري باحثة مستقلة متميزة في مجالنا، وذلك عبر معرفتها العميقة في هذه المواضيع، ويساعد في ذلك كونها زميلة في مركز بركمان للإنترنت والمجتمع بجامعة هارفارد. | ছবিঃ শুভাশিস পানিগ্রাহি আমাদের ক্ষেত্রগুলোতে এলেরির গভীর জ্ঞান একজন স্বাধীন গবেষক হিসেবে তাঁর সম্মান কুড়িয়েছে। |
12 | وفي هذا العام أصبح اهتمامها وأبحاثها على الإنترنت في كوبا مهمة بامتياز مع انفراج العلاقات الكوبية-الأمريكية، وتغير علاقة كوبا مع باقي أمريكا اللاتينية، مع قيام إليري بنشر الكثير من تفاصيل وبيان الملابسات الخاصة بسياسات الإنترنت وتغطية شئون التكنولوجيا وحقوق الإنسان في الجزيرة. | হারভার্ড বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট এবং সমাজ বিষয়ক বার্কম্যান কেন্দ্রে একজন সহকর্মী হিসেবে তিনি প্রতিনিয়ত তার জানা বিষয়গুলো প্রতিষ্ঠা এবং ঝালাই করেছেন। তার দীর্ঘকালস্থায়ী আগ্রহ এবং কিউবাতে পাওয়া ইন্টারনেট বৃত্তি এ বছর বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। |
13 | | মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি লাতিন আমেরিকান দেশগুলোর সাথে কিউবার সম্পর্ক যেহেতু পরিবর্তন হতে শুরু করেছে, সেহেতু এই দ্বীপটিতে প্রযুক্তি ও মানবাধিকার বিষয়ক নীতি নির্ধারনী বিতর্ক এবং সংবাদমাধ্যম সম্প্রচার বা মিডিয়া কভারেজ নিয়ে এলেরি সমালোচনামূলক অন্তর্দৃষ্টি দিয়েছেন। |
14 | | ধারনা করা হচ্ছে, গ্লোবাল ভয়েসেস এবং অনলাইন প্রকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে এলেরি পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন। |
15 | تتولى إليري هذا المنصب في وقت مهم وحساس بالنسبة للأصوات العالمية وبالنسبة لحرية التعبير على الإنترنت، حيث أثبت عملها أن مزيج الخبرة والشغف والتفكير الاستراتيجي سيستمر في خدمة مجتمع دفاع الأصوات العالمية والأهداف التي يرنو إليها. | তার কাজ ইতিমধ্যে প্রমাণ করেছে যে কাজের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা, আবেগ এবং কৌশলগত চিন্তাধারার যে মিশ্রণ রয়েছে তা অ্যাডভোকেসি সম্প্রদায় এবং এর লক্ষ্য অর্জনের সেবায় অব্যাহত থাকবে। |
16 | متحمسون للتقدم إلى الأمام تحت قيادتها! | তার নেতৃত্বে সামনে অগ্রসর হওয়ার সুযোগ পেয়ে আমরা উদ্দীপ্ত! |