Sentence alignment for gv-ara-20070827-41.xml (html) - gv-ben-20070831-204.xml (html)

#araben
1من أجل شبكة عالمية لمكافحة الرقابةগ্লোবাল ভয়েসেস এডভোকেসী: চাই একটি বিশ্বজোড়া এন্টিসেন্সরশীপ নেটওয়ার্ক
2خلال الأشهر الستة الماضية، منذ انطلاق قسم الدفاع عن حرية التعبير على الانترنت في الأصوات العالمية [Global Voices Advocacy]، كنا نحاول تغطية التهديدات الخطيرة والمتزايدة على حرية التعبير على الانترنت والجهود المبذولة لمكافحتها.গ্লোবাল ভয়েসেস এডভোকেসী শুরু হবার পর গত ছয় মাসে ধরে আমরা বিশ্বজুড়ে অনলাইন কথোপকথনের বিরুদ্ধে হুমকি ও প্রতিবন্ধকতাগুলো লিপিবদ্ধ করার চেষ্টা করেছি যাতে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়।
3قمنا بتوثيق اعتقال واحتجاز العشرات من المدونين والكتاب الافتراضيين وسلطنا الضوء على عدة حملات لمكافحة الرقابة، تقارير عن الرقابة علي الانترنت، والمدونات والمواقع المحجوبة.
4تغطيتنا حتى الآن تضمنت تقارير عن 25 دولة، فضلاً عن مقابلات حصرية مع مدونين ونشطاء تركزت حول مواضيع حرية التعبير، بالاضافة إلى بحث معمق حول حالات الرقابة الالكترونية التي نادراً ما تلقى اهتمام اعلامي.ইতিমধ্যে আমরা লিপিবদ্ধ করেছি প্রচুর ব্লগার এবং অনলাইন লেখকদের গ্রেফতার ও জেলে যাবার খবর, বেশ কয়েকটি এন্টিসেন্সরশীপ প্রচারনাকে তুলে ধরেছি এবং ইন্টারনেট সেন্সরশিপ এবং ওয়েবসাইট ও ব্লগ ব্লক করা নিয়ে রিপোর্ট করেছি।
5بالتزامن مع هذه المهمة من توثيق التهديدات على حرية التعبير على الانترنت وتوفير تغطية شاملة لجهود مكافحة الرقابة إن كانت على الانترنت او على الأرض، نحن نسعى إلى بناء شبكة عالمية من المدونين والناشطين الذين لهم علاقة بحرية التعبير على الانترنت وحركات مكافحة الرقابة.আমাদের কাভারেজের মধ্যে রয়েছে ২৫টি দেশের এরুপ ঘটনা এবং বাক স্বাধীনতা নিয়ে ব্লগার এবং প্রতিবাদকারীদের স্বতন্ত্র সাক্ষাৎকার, এছাড়াও অনলাইন সেন্সরশীপ নিয়ে একটি ইন-ডেপথ সার্ভে যে ঘটনাগুলোয় গতানুগতিক মিডিয়া খুব কম মনযোগ দেয়।
6الهدف من هذه الشبكة هو زيادة الوعي إلى قضايا حرية التعبير على الانترنت وتبادل الأدوات الأساليب مع النشطاء والمدونين اللذين يواجهون مواقف مماثلة في أنحاء مختلفة من العالم. كما أننا ركزنا على بناء بنية تحتية متينة لدعم هذه الشبكة، مؤلفة من العناصر التالية:বিশ্বজুড়ে অনলাইন কথোপকথনের বিরুদ্ধে হুমকি ও প্রতিবন্ধকতাগুলো লিপিবদ্ধ করা এবং অনলাইন এবং অফলাইন এন্টিসেন্সরশীপ প্রচারনাকে তুলে ধরার পাশাপাশি আমরা বিশ্বজুড়ে এইসব সেন্সরশীপের বিরুদ্ধে প্রতিবাদরত ব্লগারদের এবং অন্যান্য সক্রিয় ব্যক্তিদের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছি।
7الدليل: نشرنا مؤخراً نسخة محدثة من الدليل التقني إلى التدوين بشكل مجهول باستخدام WordPress وTor.এই নেটওয়ার্কটির উদ্দেশ্য হচ্ছে অনলাইনে বাক স্বাধীনতার বিষয়গুলো তুলে ধরা এবং সবাইকে সেন্সরশীপের বিরুদ্ধে সতর্ক করে দেয়া।
8الدليل هو الأول من عدة كتيبات مخطط لها تركز على مواضيع التحايل على الرقابة على الانترنت، التدوين باسم منتحل وبأمان، والدعاية الفعالة من خلال المدونات التي نحاول الترويج لها كجزء من مشروع Global Voices Advocacy.এছাড়াও আমরা বিশ্বের বিভিন্ন স্থানে এইসব হুমকি স্থানীয় ব্লগাররা কিভাবে মোকাবেলা করবে তার জন্যে প্রযুক্তিগত হাতিয়ার এবং পরামর্শ দেবার চেষ্টা করে আসছি।
9دليل التدوين بشكل مجهول باستخدام WordPress وTor يحدد أساليب مختلفة لحماية هوية المرء على الانترنت تفادياً للانتقام، وخصوصاً في ظل الأنظمة القمعية.এই নেটওয়ার্ক গড়ে তোলার জন্যে আমরা কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি যা নিন্মে বিস্তারিতভাবে তুলে ধরছি।
10الارشادات المحددة في الدليل تقلل بشكل كبير من خطر ربط هوية المدون الحقيقية بكتاباته على الانترنت من خلال الوسائل التقنية. نسخة قابلة للربط ومتوافقة مع المدونات وموضحة بلقطات من الشاشة من الدليل متوفرة هنا بصيغة HTML.গাইড: আমরা সম্প্রতি “টেকনিকাল গাইড টু এনোনিমাস ব্লগিং উইথ ওয়ার্ডপ্রস এন্ড টর (ওয়ার্ডপ্রেস ও টরের মাধ্যমে বেনামে ব্লগিংয়ের প্রযুক্তিগত গাইড)” এর একটি আপডেটেড সংস্করন প্রকাশ করেছি।
11وقد نشرنا الدليل بصيغة PDF أيضاً.এই গাইডটি পরিকল্পিত বেশ কয়েকটি ম্যানুয়ালের প্রথমটি।
12এইসব ম্যানুয়ালগুলো আলোকপাত করেছে ইন্টারনেট ফিল্টারিংগুলোকে বোকা বানানোর উপায়, পরিচিতি ফাঁস না করে ব্লগিং করা এবং সেইসব ব্লগারদের জন্যে ফলপ্রদ সমর্থন যাদের আমরা গ্লোবাল ভয়েসেস এডভোকেসী প্রজেক্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি।
13الرجاء إضافة وصلة إلى الدليل، وتنزيله والمساعدة على نشر هذه المعلومات المهمة. يمكن أيضاً أن تنسخ هذا الكود بصيغة HTML وتلصقة في مدونتك:উক্ত প্রথম গাইডটি ব্লগারদের পরিচয় গোপন রাখার উপায়গুলো বর্ণনা করে যাতে কর্তৃপক্ষের (বিশেষ করে স্বৈরাচারী সরকারগুলোর) রোষানল হতে তাদেরকে বাচানো যায়।
14<a href=” http://advocacy.globalvoicesonline.org/tools/guide/” title=”Global Voices Advocacy: Anonymous Blogging with WordPress and Tor”><img alt="Anonymous Blogging with WordPress and Tor" src=" http://advocacy.globalvoicesonline.org/wp-content/uploads/2007/08/gva-badge-guide.png" /></a/>এই গাইডের নির্দেশাবলী অনুযায়ী ব্লগিং করলে ব্লগারের অনলাইন লেখাগুলির সাথে তার পরিচয় ও ঠিকানার প্রযুক্তিগত কোন ছাপ থাকবে না। গাইডটির স্ক্রীনশটসসহ একটি এইচটিএমএল সংস্করন যা লিন্কসহ এবং ব্লগিং সহায়ক এখানে পাওয়া যাবে।
15بالتعاون مع ناشطين تونسيين من yezzi.org، نحن نعمل على نسخة فرنسية من الدليل ستكون متوفرة قريباً للتنزيل.আমরা পিডিএফ ফাইল হিসেবেও এটি প্রকাশ করেছি। অনুগ্রহ করে এটি ডাউনলোড করুন বা লিন্ক করুন যা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে প্রচার করতে সহায়তা করবে।
16ونتعاون أيضاً مع ناشطين آخرين في هذا الحقل لتوفير نسخ عربية، صينية وفيتنامية منه.এই এইচটিএএল কোডটি নির্দ্বিধায় কপি করে আপনার ব্লগে যোগ করে দিন।
17يرجى ملاحظة أن الدليل يوزع تحت رخصة Creative Commons Attribution، مما يعني انه يمكن ترجمته بكل حرية إلى لغات مختلفة.তিউনিসিয়ার বিপ্লবীদের সংগঠন ইয়েজ্জি. অর্গ এর সহায়তায় আমরা এই গাইডটির একটি ফরাসী সংস্করন বের করছি যা অচিরেই ডাউনলোডের জন্য পাওয়া যাবে।
18إذا كنت تعتقد أن مجتمعك بحاجة إلى الدليل وأنك تستطيع المساعدة بترجمته وبايجاد متطوعين يستطيعون القيام بذلك، الرجاء اعلامنا بذلك.আমরা আরও এই ক্ষেত্রের অনেকের সাথে সহযোগিতা করছি এর আরবী, চাইনিজ ও ভিয়েতনামীজ সংস্করন বের করার জন্যে।
19المعرض: بفضل اشتراك مدير الأبحاث التقنية في Citizen Lab، نارت فيلنوف، أطلقنا معرض صفحات الحجب الوطنية، وهو مجموعة من لقطات الشاشة لصفحات تم حجبها من قبل أنظمة الرقابة الوطنية ومقدمي خدمة الانترنت.অনুগ্রহ করে খেয়াল করবেন যে এই গাইডটি ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন লাইসেন্সের আওতায় বের করা হয়েছে, যার মানে হচ্ছে এটিকে কোন বাধা ছাড়াই অন্যান্য যে কোন ভাষায় অনুবাদ করা যাবে।
20إذا كنت في بلد حيث هناك مواقع انترنت محجوبة، الرجاء ارسال لقطة شاشة من الصفحات المحجوبة إلى advocacy[at]globalvoicesonline[dot]org، أو استخدم صفحة الاتصال لترسل لنا وصلة إلى الصورة.আপনি যদি মনে করেন যে আপনার মাতৃভাষার সম্প্রদায়ের এটির দরকার আছে তবে আপনি নিজেই এটি অনুবাদ করতে পারেন বা আমাদেরকে অন্য কোন স্বেচ্ছাসেবক অনুবাদকের সন্ধান দিতে পারেন।
21গ্যালারী: সিটিজেন ল্যাবের টেকনিক্যাল রিসার্চ ডিরেক্টর নার্ট ভিল্লেনফ এর আন্তরিক সহায়তায় আমরা প্রকাশ করেছি ন্যাশনাল ব্লকপেজেস গ্যালারী, যা কোন দেশের ফিল্টার সিস্টেম এবং ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের দ্বারা ব্লক করা ব্লগপাতাগুলোর স্ক্রীনশটের একটি সংগ্রহশালা।
22الويكي [The Wiki]: هذا مشروع آخر مهم من قسم الدفاع عن حرية التعبير على الانترنت في الأصوات العالمية، صمم لتتبع المعلومات المتعلقة بجهود مكافحة الرقابة الالكترونية حول العالم.আপনি যদি সেরকম কোন দেশে থাকেন যেখানে ওয়েব সাইট ব্লক করা হচ্ছে তাহলে ব্লক করা পেজগুলোর স্ক্রীনশট অনুগ্রহ করে advocacy[at]globalvoicesonline[dot]org এই ঠিকানায় পাঠিয়ে দেবেন।
23الويكي سوف تستخدم لجمع المعلومات حول التحديات التقنية والقانونية والسياسية التي تواجه المدونين، نشطاء الانترنت وكتاب الانترنت.আপনারা কন্টাক্ট পেজ ব্যবহার করেও ইমেজগুলোর লিন্ক আমাদেরকে পাঠাতে পারেন।
24من خلال إنشاء صفحة لكل بلد (يمكنك استخدام هذه الصفحة كنموذج لإنشاء صفحة بلدك) أو صفحة لمدون مضطهد (مثل هذه الصفحة)، يمكنك أن تساعد على زيادة الوعي حول النشاطات الجارية في مجتمعك وتشارك الآخرين بأفضل الممارسات والأساليب والاستراتيجيات وطرح تساؤلات للنقاش في المجتمع الأوسع.উইকি: এটি ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী'র আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প যাতে সারাবিশ্বের অনলাইন সেন্সরশীপ সম্পর্কে তথ্য সংরক্ষন ও বিতরন করা হয়। এই উইকিকে আরও একটি উদ্দেশ্যে ব্যবহার করা হবে।
25كما ستوفر الويكي بيئة آمنة ومحمية بكلمة مرور حيث يستطيع الناس طرح الأفكار والاستراتيجيات وتنسيق النشاطات بين المدونين والنشطاء والتفاعل على الانترنت بشكل عام.এখানে ব্লগার, সাইবার একটিভিস্ট ও অনলাইন লেখকরা যেসব প্রযুক্তিগত, আইনগত এবং রাজনৈতিক চ্যালেন্জগুলো মোকাবেলা করে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে।
26একটি দেশের পাতা (আপনি এই টেম্পলেটটি ব্যবহার করতে পারেন আপনার দেশের পাতাটি তৈরি করতে) অথবা একজন অত্যাচারিত ব্লগারের (যেমন এটি) পাতা খুলে আপনি এইসব অন্যায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট কমিউনিটি কি সব পদক্ষেপ নিয়েছে তা বিশ্বের কাছে প্রচার করতে পারেন।
27এছাড়াও সেন্সরশিপ ও দমননীতির বিরুদ্ধে নেয়া পদক্ষেপগুলো, পরিকল্পনা ও কৌশলগুলো আপনারা অন্যান্য কমিউনিটির সাথে আলোচনা করতে পারেন ও পরামর্শ চাইতে পারেন।
28এই ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী' উইকি একটি নিরাপদ, পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত অনলাইন ক্ষেত্র আপনাকে দেবে যেখানে সবাই বিভিন্ন কৌশল ও কার্যক্রম পরিকল্পনা ও সমন্বয় করতে পারবে অন্যান্য ব্লগারদের ও অ্যাকটিভিস্টদের সাথে।
29غير المحجوب [The Unflitered]: هو مجمع الخلاصات [RSS Aggregator] من مواقع ومدونات النشطاء.এগুলোএখন অনলাইনে বসেই সম্ভব। দ্যা আনফিল্টারড: এটি অ্যাকটিভিস্টদের ব্লগ ও ওয়েবসাইটের একটি আরএসএস এগ্রেগেটর ।
30وهو يقوم بتتبع الأحاديث في فضاء التدوين المتعلقة منها بحرية التعبير على الانترنت. أرسلوا إلبنا اقتراحاتكم للمواقع ونحن سنضيفها إلى القناة!এটি ব্লগোস্ফিয়ারে বাধামুক্ত অনলাইন ও বাক স্বাধীনতা নিয়ে কথোপকথনগুলো ট্র্যাক করে।
31أدفوكس [Advox]: وهي الرسالة الاخبارية لمدونة قسم الدفاع عن حرية التعبير على الانترنت في الأصوات العالمية.আপনাদের কাছে এই সংক্রান্ত কোন সাইটের খবর থাকলে তার নিউজ ফিডের তথ্য আমাদের জানাবেন।
32أدفوكس متوفر مجاناً لكل من يسجل فيها.আমরা আমাদের চ্যানেলে তা যোগ করে দেব।
33قائمة المشتركين الحالية تتضمن ناشطين ومطوري أدوات وخبراء ومدونين وأشخاص لهم اهتمام عام في قضايا حرية التعبير.অ্যাডভক্স: এটি ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী' ব্লগের একটি নিউজ লেটার।
34سجل في أدفوكس من خلال هذه الصفحة، وتلقى تحديثات منتظمة من الموقع.আগ্রহী গ্রাহকদের কাছে অ্যাডভক্স বিনামূল্যে পৌছানো হয় ইমেইলের মাধ্যমে।
35“المتحقق من 403 تم رفض الوصول” [”403 Access Denied Checker”]: هذا الاصدار التجريبي المبكر هو برمجية مفيدة تقوم بمسح عدد كبير من عناوبن الانترنت وتجد العناوين المحظورة في بلدك.বর্তমানে আমাদের গ্রাহক হিসেবে আছেন অ্যাকটিভিস্ট, টুল ডেভেলপার, বিশেষজ্ঞ, ব্লগার এবং যারা বাক স্বাধীনতা সম্পর্কে সচেতন তারা।
36“المتحقق من 403 تم رفض الوصول”، الذي تم تطويره من قبل المدون والناشط التونسي أستروبال، ليس أداة تحايل، بل تم تصميمه لمساعدة النشطاء في البلدان التي تمارس رقابة على الانترنت كي يتحققوا من المواقع المحجوبة.এর গ্রাহক আপনিও হতে পারেন এখান থেকে এবং আপডেটগুলো নিয়মিত আপনার ডেস্কটপে পেতে পারেন। ৪০৩ এক্সেস ডিনাইড চেকার: এই টুলটি (প্রথম সংস্করন) বেশ কটি ইউআরএল খুঁজে বলে দেয় আপনার দেশে কোন ওয়েবসাইটগুলো ব্যান হয়েছে।
37তিউনিশিয়ান ব্লগার এবং অ্যাকটিভিস্ট এসট্রুবাল উদ্ভাবিত এই ‘৪০৩ এক্সেস ডিনাইড চেকার' দিয়ে ওই ব্যান হওয়া ওয়েবসাইটগুলো দেখা যায় না তবে স্থানীয় ব্লগার বা অ্যাকটিভিস্টরা এর মাধ্যমে স্থানীয়ভাবে ওয়েবসাইটে বাধা সৃষ্টি করা হলে তা জানতে পারে।
38بالاضافة إلى هذه الأدوات التي نأمل أن تشكل أساساً متيناً لنجاح شبكة مكافحة الرقابة، نقوم أيضاً بتطوير علاقات قوية مع بعض الأطراف الرئيسية في مكافحة الرقابة على الانترنت وحركات حرية التعبير، بما فيها Tor، مبادرة OpenNet، منظمة العفو الدولية، NGO-in-a-box، ومؤسسة الجبهة الالكترونية.এই সব উপাদান ছাড়াও আমরা উৎসুক একটি বিশ্বজোড়া এন্টিসেন্সরশীপ নেটওয়ার্ক স্থাপনের ভিত্তি স্থাপন করতে। এ লক্ষ্যে আমরা অনলাইন এন্টিসেন্সরশীপ এবং বাক স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহনকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সাথে সম্পর্ক স্থাপন ও উন্নয়ন করে চলেছি।
39এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টর, দ্য ওপেন ইনিশিয়েটিভ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এনজিও-ইন-এ বক্স এবং দ্য ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন।
40شكراً لقراءة هذا الاستعراض السريع لما يجري في قسم الدفاع عن حرية التعبير على الانترنت في الأصوات العالمية، وابق مستعداً لأخبار جديدة عن بضع مفاجآت نقوم بالتحضير لها!‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী' সম্পর্কে এই সংবাদ কনিকাটি পড়ার জন্যে আপনাদের ধন্যবাদ। অতিসত্বর আমরা আরও কিছু চমক আপনাদের উপস্থাপন করব।
41أظهر دعمك!আপনারা আমাদের সাথেই থাকুন।
42<a href=”http://advocacy.globalvoicesonline.org/” title=”Global Voices Advocacy, free speech initiative”><img alt="Global Voices Advocacy" src="http://img.globalvoicesonline.org/Badges/advocacy/gv-advocacy-badge.png" style="margin:3px 0;"/></a/>এই বাটনটি অনুগ্রহ করে আপনার ব্লগে যোগ করে আমাদেরকে সমর্থন করুন এর জন্যে এইচ টি এম এল কোডটি আপনারা এখানে পাবেন।
43-সামি বেন ঘার্বিয়া