Sentence alignment for gv-ara-20120629-23387.xml (html) - gv-ben-20120703-28340.xml (html)

#araben
1المملكة العربية السعودية: تغريدات لتذكر المتظاهر المعتقلসৌদি আরবঃ আটককৃত আন্দোলনকারীর স্মরণে টুইটবার্তা
2بعد الإطاحة برئيسي تونس ومصر، انتشرت دعوة مجهولة المصدر “ليوم غضب” في المملكة العربية السعودية يوم 11 من مارس/آذار عام 2011.তিউনিশিয়ান ও মিশরীয় প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতির পর, ২০১১ সালের মার্চ থেকে সৌদি আরবে “আঘাতের দিন”-এর জন্য একটি স্বতঃস্ফূর্ত ডাক ছড়িয়ে পড়েছে।
3كرد فعل نشرت الحكومة عدداً كبيراً من رجال الأمن في كل المدن الكبيرة للحيلولة دون خروج أية مظاهرات.এর প্রতিক্রিয়ায়, সরকার সব প্রধান শহরগুলোতে যে কোন বিক্ষোভ হওয়ার আগেই সুসজ্জিত পুলিশ মোতায়েন করে রেখেছে।
4خالد الجهني، معلم في الأربعين من العمر، كان المتظاهر الوحيد الذي صور بالفيديو (أفادت منظمة العفو الدولية في تقاريرها أن ما يقارب الأربعة أشخاص اعتقلوا في ذلك اليوم “لنية التظاهر”).এক চল্লিশোর্ধ শিক্ষক খালেদ আল-জোহানি ঐ দিনের (অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন মতে, ঐ দিন কমপক্ষে চার জন আন্দোলন করার ‘উদ্দেশ্যের' জন্য গ্রেফতার হয়েছে) একমাত্র ভিডিও টেপ আন্দোলনকারী।
5تكلم الجهني مع مجموعة من الصحافيين كانوا قد وصلوا إلى المكان الذي خطط للمظاهرة أن تكون فيه بواسطة حافلة تابعة لوزارة الثقافة والإعلام.যেখানে মিছিলের পরিকল্পনা করা হয়েছিল আল-জোহানি সেখানে একদল সাংবাদিকের সাথে কথা বলেছেন যাদেরকে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় নিয়ে এসেছিল।
6اعتقل في ذات اليوم الذي جرت فيه المقابلة عندما كان عائداً إلى بيته ومازال معتقلاً.সাক্ষাৎকার প্রদানের দিনেই তিনি গ্রেফতার হন যখন তিনি বাসায় ফেরেন এবং তার কাজ চালু রাখেন।
7وحسب ما قاله مستخدم تويتر @whereiskhaled (أين خالد)، فهو يخضع حالياً للمحاكمة في محكمة جنايات خاصة في جدة.@whereiskhaled এর বক্তব্য অনুসারে, জেদ্দায় তাকে বিশেষ অপরাধী আদালতে রাখার চেষ্টা করা হয়েছিল।
8وقال أيضاً أنه(أي الجهني) قد قاطع المكالمات الهاتفية احتجاجاً على التعذيب النفسي الذي يتعرض له.এই অ্যাকাউন্ট আরো বলেছে যে মানসিক অত্যাচার প্রতিরোধ করার জন্য তিনি ফোনকল বর্জন করেছেন।
9@SaudiDetainees (المعتقلون السعوديّون)، حساب على تويتر مكرَّس لإطلاق حملات الدفاع عن السعوديين المعتقلين تعسفياً، بدأ حملة على الشبكة يوم الإثنين لدعم الجهني باستخدام الوسم #khalidj.একটি টুইটার অ্যাকাউন্ট @SaudiDetainees,জোরপূর্বক আটককৃত সৌদিদের জন্য কর্মসূচির আহ্বান জানিয়ে আল-জোহানির সমর্থনে সোমবার হ্যাশট্যাগ #khalidj দ্বারা একটি অনলাইন কর্মসূচি শুরু করেছে।
10حازت الحملة على اهتمام ملحوظ.কর্মসূচিটি উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছে।
11في الأسفل بعض التغريدات تحت هذا الوسم.নিচে ঐ হ্যাশট্যাগ দ্বারা কয়েকটি টুইটবার্তা দেয়া হল।
12السعودي الذي يتابعه أكثر من 1،200،000 مغرِّد، سلمان العودة، غرَّد:১,২০০,০০ এরও বেশি অনুসারীর অধিকারী, সৌদি ধর্মীয় নেতা, সালমান আল-ওদাহ টুইটবার্তায় বলেন [ar]:
13@salman_alodah:أسأل الله تفريجه للشاب خالد الجهني وأن تفرح به زوجته وأطفاله عاجلاً غير آجل.. يصوم معهم ويعيّد ويسافر…شيء مؤلم حقاً.@salman_alodah: আমি যুবক খালেদ আল-জোহানির স্ত্রী ও সন্তানদের সুখ, তাদের সাথে খালেদের রোজা, ঈদ উদযাপন ও ভ্রমণের জন্য তার মুক্তি কামনা করছি।
14#khalidjএটি সত্যি বেদনাদায়ক।
15الدكتورة مضاوي الرشيد، أستاذة في علم الإنسان والدين وناقدة معروفة للنظام السعودي، كتبت:সৌদি শাসনের একজন প্রসিদ্ধ সমালোচক এবং ধর্মীয় নৃতত্ত্বের একজন অধ্যাপক ডঃ মাদাওয়ি আল-রাশিদ লিখেছেনঃ [ar]:
16@MadawiDr: خالد الجهني كنت و حيدا حرا سجنت وبقيت حرا وهم السجناء ‪#khalidj@MadawiDr: খালেদ, আপনি মুক্ত ও একা ছিলেন, এবং কারাগারে আপনি এখনো মুক্ত এবং তারা কারাবন্দী।
17الإصلاحي الإسلامي السعودي البارز عبدالله الحامد قال:প্রসিদ্ধ সৌদি ইসলামিক সংস্কারক আবদুল্লাহ আল-হামিদ বলেছেন [ar]:
18@Abubelal_1951: خالد الجهني فارس كشف أستار الاستبداد بموقف واحد/مظاهرة شخص واحد تعلم الناس أن الفرد بالعمل السلمي أقوى من كتيبة ولكن ‪#Khalidj‬@Abubelal_1951: খালেদ আল-জোহানি এক অশ্বারোহী যিনি একা দাঁড়িয়ে গুপ্ত শোষণের কথা প্রকাশ করেছেন। একটি এক-মানব বিক্ষোভ জনগণকে এই শিক্ষা দিল যে শান্তিপূর্ণ কর্ম একটি সামরিক শক্তির চেয়ে অধিক ক্ষমতাশালী […]
19الشخصية الشهيرة في”من حقي أسوق“، منال الشريف، غرَّدت:নারী গাড়িচালকদের মধ্যে প্রসিদ্ধ মানাল আল-শরিফ টুইটবার্তায় বলেনঃ
20@manal_alsharif: ‪#Khalidj‬ في ذكرى معتقل الرأي خالد الجهني الذي خرج وحيداً في يوم ١١ مارس ٢٠١١ ليقول أريد حقوقي@manal_alsharif […] বিবেকের কারাবন্দী খালেদ আল-জোহানি ২০১১ এর ১১ মার্চ তার অধিকার আদায়ের জন্য একা দাঁড়িয়েছিলেন।
21. مازال خالد خلف القضبان بلا محاكمةখালেদ কোন বিচার ছাড়াই এখনো গারদের পিছনে।
22ولاحظ مستخدم تويتر السعودي هيثم الطيب:এবং সৌদি টুইটার ব্যবহারকারী হাইথাম আল-তায়িব উল্লেখ করেনঃ
23@Haytham_T: ما يميز قضة خالد الجهني عن غيرها أن ”جريمته“ تمت على الهواء مباشرة،، لا حاجة لأن تشرحوا لنا ما حصل..@Haytham_T: খালেদের কাহিনীর মধ্যে আর নতুন কি আছে তিনি যে “অপরাধ” করেছেন। কি হয়েছে তা আপনাকে ব্যাখ্যা করতে হবে না।
24رأينا وسمعنا وحكمنا،، ‪#khalidj‬আমরা দেখেছি, শুনেছি ও বিচার করেছি।