Sentence alignment for gv-ara-20110125-8388.xml (html) - gv-ben-20110111-14569.xml (html)

#araben
1السودان: استفتاء جنوب السودان بالصورসুদান: দক্ষিণ সুদানের গণভোটের ছবি
2جرت في الفترة بين التاسعة والخامسة عشر من يناير / كانون الثاني من العام 2011 لتحديد حالة جنوب السودان كجزء من السودان أو أن يكون دولة مستقلة.সম্প্রতি ৯ জানুয়ারী থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত দক্ষিণ সুদানে এক গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে, সুদানের দক্ষিণ অংশ কি দেশটির সাথে থাকবে, নাকি স্বাধীন এক রাষ্ট্রে পরিণত হবে।
3هذه الصور توثق العلامات الفارقة في الاستفتاء.এই সকল ছবি দক্ষিণ সুদানের ঐতিহাসিক গণভোটের দৃশ্যকে ধারণ করছে।
4أنظر لإصبعي:আমার আঙ্গুলের দিকে দেখ:
5امرأة سودانية جنوبية تظهر علامة الحبر على اصبعها بعد الإدلاء بصوتها، تصوير سليمان عبد اللاه من موقع (http://upiu.com)দক্ষিণ সুদানের এক মহিলা ভোট দেবার পর তার কালি মাখানো আঙ্গুল তুলে ধরেছে। ছবি সোলেইমান আবদুল্লাহির সৌজন্যে পাওয়া।
6الطريق الطويل للتصويت:(এইচটিটিপি://ইউপিআইইউ. কম)
7الطريق طويل للتصويت - تصوير آلان ماكدونالدভোট দেবার জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়া
8ভোট দেবার জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়া।
9ছবি আলুন ম্যাকডোনাল্ডের সৌজন্যে পাওয়া।
10العلم الجديد لجنوب السودان.দক্ষিণ সুদানের নতুন পতাকা।
11معنى الألوان: الأسود - سكان جنوب السودان، الأحمر- الدم المراق من أجل الحرية، الأزرق - مياه نهر النيل، النجمة الذهبية = اتحاد ولايات جنوب السودان.এই পতাকায় যে সব রঙ, তার অর্থ; এখানে কালো রঙ-দক্ষিণ সুদানের জনগণ, লাল-স্বাধীনতার জন্য যে রক্ত প্রদান করা হয়েছে, সবুজ-এদেশের মাটি, নীল- নীল নদের পানি, সোনালী তারা-দক্ষিণ সুদানের জনগণের একতার প্রতীক।
12العلم الجديد لجنوب السودان - تصوير جيلوليو بيتروتشاদক্ষিণ সুদানের নতুন পতাকা। ছবি গুইলিয়ো পেট্রাকোর সৌজন্যে পাওয়া।.
13স্বাধীনতার জন্য এক দীর্ঘ অপেক্ষা:
14ভোটাররা ভোট দেবার জন্য ঘন্টার পর ঘন্টা ধৈর্য্য ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে।
15الانتظار الطويل للحرية:ছবি আন্তর্জাতিক উদ্ধার সংস্থার।
16দৃশ্যত: দেখা যাচ্ছে দক্ষিণ সুদানের টিভি আরবী ভাষায় বানান করতে পারে না।
17صورة لوقوف المصوتون صابرين لساعات طويلة - تصوير لجنة الإغاثة الدوليةদক্ষিণ সুদানের টিভি চ্যানেল ঠিকমত আরবী ভাষায় বানান লিখতে পারেনি।
18يظهر أن تلفزيون جنوب السودان لا يتكلم العربية:তারা সাওয়াত ( صوت বা কণ্ঠস্বর) এর বদলে সোইয়িত (صويت ) লিখে রেখেছে।
19تلفزيون السودان يستطيعছবি সাতে৩ এর সৌজন্যে পাওয়া।
20رسم توضيحي لكيفية التصويت:কি ভাবে ব্যালট পেপারে সিল মারতে হবে:
21كيفية التصويت في الاستفتاءকি ভাবে গণভোটের জন্য প্রদান করা ব্যালট পেপারে সিল মারতে হবে।
22الانتظار للتصويت من أجل الحرية:স্বাধীনতার জন্য ভোট প্রদান করার অপেক্ষায়:
23امرأة جنوب سودانية منتظرة للتصويت من أجل الحرية - تصوير ديفيد ماكنزيদক্ষিণ সুদানের লোকেরা স্বাধীনতার জন্য ভোট প্রদানের অপেক্ষায়। ছবি ডেভিড ম্যাকেঞ্জির সৌজন্যে পাওয়া
24استمارات التصويت:ভোটার কার্ড:
25ভোট প্রদান করার জন্য যে ভোটার কার্ড দক্ষিণ সুদানের জনগণ ব্যবহার করছে।
26استمارة التصويت للجنوبيين - تصوير أسامةছবি উসামাহ-এর সৌজন্যে পাওয়া
27هل يمكنك إعطائي كرسي؟:আপনি কি আমার জন্য একটা চেয়ার নিয়ে আসবেন?:
28الطابور كان طويل لدرجة أن الناس أحضروا كراسي لمساعدتهم على الانتظار.ভোট দেবার লাইনটি ছিল অনেক দীর্ঘ। ভোট দেবার জন্য লোকজন চেয়ার নিয়ে এসেছিল।
29تصوير من اللجنة الدولية للإغاثةছবি আন্তর্জাতিক উদ্ধার কমিটির।