Sentence alignment for gv-ara-20141127-36056.xml (html) - gv-ben-20141219-46014.xml (html)

#araben
1কলম্বাসকে নিয়ে তুর্কি প্রেসিডেন্টের মন্তব্য “চাঁদে মসজিদ” উপহাসকে উস্কে দিলো
2“مسجد على سطح القمر”কলম্বাস দেখতে কেমন ছিলেন?
3ما الذي رآه كولومبس فعلًا؟ছবি নেয়া হয়েছে ফ্লিকার থেকে।
4الصورة من موقع فليكر لم يتوانى الرئيس التركي رجب طيب أردوغان عن إعلان تصريح غريب.তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এরদোগানের লজ্জাশরম একটু কমই আছে।
5حيث ادعى مؤخرًا بأن الحجاج المسلمين، وليس كريستوفر كولومبس، هم من اكتشف أمريكا، واقترح بناء مسجد في كوبا لتكريم تلك الحقيقة.সুযোগ পেলেই তিনি অদ্ভুত সব কথা বলে থাকেন। সম্প্রতি তিনি দাবি করেছেন, কলম্বাসের আগে মুসলিমরা আমেরিকা আবিস্কার করেছে।
6এ ঘটনার সম্মানে তিনি কিউবাতে একটি মসজিদ স্থাপনের পরামর্শ দিয়েছেন।
7ماذا؟কী?
8أين يخطط لبناء مسجد من جديد؟.সে কোথায় আবার মসজিদ নির্মাণের পরিকল্পনা করছে?
9انتشرت بكثافة على تويترটুইটারে ব্যাপক হারে শেয়ার হয়েছে।
10في كلمة ألقاها أمام تجمع لمسلمي أمريكا اللاتينية في اسطنبول بتاريخ ١٥ نوفمبر / تشرين الثاني قال فيه:১৫ নভেম্বর ইস্তাম্বুলে লাতিন আমেরিকার মুসলিমদের এক সম্মেলনে এরদোগান বলেন:
11বলা হয়ে থাকে, ১৪৯২ সালে কলম্বাস আমেরিকা মহাদেশ আবিস্কার করেছেন।
12هناك مزاعم بأن القارة الأمريكية قد اكتُشفت عام ١٤٩٢ لكن في الواقع، فقد وصلها البحارة المسلمين ٣١٤ عام قبل كولومبس، أي بتاريخ ١١٧٨… ففي مذكراته، يذكر كولومبس وجود مسجد على قمة تلة على الساحل الكوبي.কিন্তু ঘটনা হলো, মুসলিম নাবিকরা কলম্বাসের ৩১৪ বছর আগে ১১৭৮ সালে আমেরিকায় পৌঁছায়। কলম্বাস তার স্মৃতিকথায়, কিউবার উপকূলে একটি পাহাড়ের ওপর একটি মসজিদের অবস্থানের কথা উল্লেখ করেছিলেন।
13لابد أنه سيبدو رائعًا على ذاك التل اليوم.আজকে ওই পাহাড়ে একটা মসজিদ চমৎকার মানাবে।
14نشر الكاتب الصحفي اوري إيجين ما يعتقد أنه مصدر التصريح الذي أعتمد عليه أردوغان على تويتر:অরে ইজিন নামের একজন কলামিস্ট টুইটারে দেখিয়েছেন এরদোগান কোথায় মাত্রা ছাড়িয়ে গেছেন:
15يبدو أن أردوغان يعتقد بأن كولومبس قد شاهد مسجدًا في كوبا.Apparently illiterate Erdogan thinks that Columbus saw a mosque in Cuba. Here's what actually happened. pic.twitter.com/E9NLkALJaq
16إليكم ما حدث بالفعل.- Oray Egin (@OrayinEnglish) November 15, 2014
17بالطبع، قد يكون وراء هذا التصريح، كتّاب خطاباته ومستشاريه من المحافظين بدلًا من أردوغان نفسه.অশিক্ষিত এরদোগান ভেবেছে যে, কলম্বাস কিউবায় মসজিদ দেখেছে।
18عبد الرحمن ديليباك، شخصية فريدة.কী হয়েছিল এখানে তা দেয়া আছে।
19في عام ١٩٨٤ أصدر كتاب بعنوان Coğrafi Keşiflerin İçyüzü (حقيقة الاكتشافات الجغرافية)، والذي لاقى إقبالًا من بعض الأوساط الأدبية الإسلامية في حينه.এই বক্তব্য এরদোগানের নিজের না হয়ে তার পিছনে থাকা রক্ষণশীল কলামিস্ট এবং উপদেষ্টাদেরও হতে পারে। এদেরই একজন হলেন আবদুররহমান দিলিপাক।
20غرد عبد الرحمن ديليباك داعمًا لاستنتاج أردوغان في ١٧ نوفمبر / تشرين الثاني. قال:১৯৮৪ সালে তিনি Coğrafi Keşiflerin İçyüzü বা দ্য রিয়েলিটি অব জিওগ্রাফিক্যাল ডিসকভারি নামে একটি বই লিখেন।
21قبل أن تطأ أرجل كولومبس أرض الولايات المتحدة الأمريكية [كما وردت]، كان هناك عروس هندية في اسطنبول.বইটি সে সময়ে মুসলিম পাঠকদের মাঝে জনপ্রিয় হয়েছিল। দিলিপাক এরদোগানকে সমর্থন করে টুইট করেছেন:
22لكن مستخدمي الإنترنت الأتراك لم يلبثوا ساخرين من تصريح أردوغان.কলম্বাস আমেরিকা যাওয়ার আগে ইস্তাম্বুলে ইন্ডিয়ান বধু ছিল!
23তবে তুর্কি নেটিজেনরা এরদোগানের মন্তব্য নিয়ে হাসিতামাশায় মেতে উঠেন।
24التقط Bobiler، موقع ميمي تركي، وعد أردوغان ببناء مسجد في كوبا بسرعة محولًا صورة وجهه على هيئة تشي جيفارا في أيامه الأخيرة.বোবিলার নামে একটি তুর্কি মিম ওয়েবসাইট, “এরদোগান কিউবায় একটি মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন” লেখা দিয়ে মিম বানায়।
25صورة أخرى عرضها موقع İnciCaps في تخيل لرد الفعل في هافانا.পরের দিন এটি চে গুয়েভারায় রূপ নেয়:
26অন্য একটি মিম জেনারেটর হাভানার প্রতিক্রিয়া কেমন হতে পারে, তার মিম প্রকাশ করে:
27“رد الفعل من كوبا لم يتأخر”“কিউবা থেকে খুব দ্রুতই প্রতিক্রিয়া আসবে।”
28في بحث على جوجل حول الموضوع تظهر عدد من التعليقات الأخرى التي تحط من نظرية الرئيس.প্রেসিডেন্টের তত্ত্ব নিয়ে গুগল অনুসন্ধানেও বিপুল সংখ্যক অশোভনীয় ছবি এসেছে।
29وأخيرًا قرر مستخدمو الإنترنت رفع مستوى السخرية من تصريحات الرئيس التاريخية إلى المستوى أعلى بكثير.সবশেষে নেটিজেনরা প্রেসিডেন্টকে মহাজাগতিক স্তরে নামিয়ে এনেছে:
30هنا نيل ارمسترونج يكتب في مذكراته:এখানে নীল আর্মস্ট্রং নিচের আত্মজীবনী লিখেছেন:
31حين هبطنا على سطح القمر، رأينا أنقاض مبنى رائع.আমরা যখন চাঁদে অবতরণ করি, সেসময়ে আমরা একটি পুরোনো ভবনের ধ্বংসস্তুপ দেখতে পেয়েছিলাম।
32باز ألدرين وأنا كنا مندهشين لدى اقترابنا منه.বাজ অলড্রিন এবং আমি ধ্বংসস্তুপ দেখে আশ্চর্য হয়েছিলাম।
33كان مبنى صغير، عبارة عن مسجد عثماني بني ببراعة وإتقان.সেটা খুব ছোট ছিল। এটা ছিল একটি অটোমান মসজিদ।
34عندما عدنا إلى الأرض، أمرتنا وكالة ناسا والحكومة الأمريكية بعدم الحديث عما رأيناه… نيل أرمسترونج - السيرة الذاتية، ١٩٩٧আমরা যখন পৃথিবীতে ফিরে আসি, তখন নাসা এবং মার্কিন সরকার এগুলো নিয়ে আমাদের কথা বলতে নিষেধ করে। নীল আমর্স্ট্রং- আত্মজীবনী, ১৯৯৭।