Sentence alignment for gv-ara-20110225-9209.xml (html) - gv-ben-20110208-15560.xml (html)

#araben
1مصر: تذكر شهداء مصرমিশর: মিশর বিক্ষোভে শহীদ নাগরিকদের স্মরণ করা
2هذه المقالة جزء من التغطية الخاصة باحتجاجات مصر 2011এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3আজকের দিনটি রোববার এবং দিনটি শহীদদের জন্য উৎসর্গকৃত, এবং একই গতিতে চলতে থাকা একটি সপ্তাহের শুরু আজ।
4ويتواصل تدفق الدعم والتحية من جميع أنحاء العالم لهؤلاء الذين فقدوا أرواحهم في الاحتجاجات التي نشبت في طول البلاد وعرضها مطالبة بإنهاء نظام حسني مبارك.আর এই দিনটি মিশরীয় জনপ্রিয় গণজাগরণের ১৩ তম দিন। যদিও একটি আহ্বান শেষ হয়েছে, তারপরেও মিছিল করে লক্ষ লক্ষ জনতা তাহরির স্কোয়ারের দিকে যাচ্ছে।
5اليوم هو “أحد الشهداء” والذي يبدأ بما يسمى أسبوع الصمود ويعد اليوم الثالث عشر في انتفاضة الشعب المصري.এটি কায়রোর কেন্দ্রস্থল। আজকের দিনটিতে সেই সব ব্যক্তিদের স্মরণে এই মিছিলের আয়োজন করা হয়েছে, যারা বিক্ষোভে শহীদ হয়েছে।
6كما وجهت دعوة لمسيرة مليونية في ميدان التحرير بوسط القاهرة بهدف تذكر هؤلاء الذين قتلوا في الاحتجاجات. ومن المتوقع أن يقام قداس الأحد .দিনটিতে কপ্ট নামক খ্রিস্টান সম্প্রদায়ের এক গণ জমায়েত অনুষ্ঠিত হবার কথা, এবং যারা এই বিক্ষোভে শহীদ হয়েছে, তাদের পরিবারসমূহকে এই সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
7بالإضافة إلى ذلك، وُجهت دعوة لعائلات الضحايا للحضور حاملين لافتات بأسماء أعزائهم.সাম্প্রতিক সময়ে তাহরির স্কোয়ার বিক্ষোভের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।
8وقد كان ميدان التحرير مركزاً للاحتجاجات في الأيام الأخيرة لذا فقد أصبح مشهداً دائماً على شاشات التلفاز في غرف المعيشة، تلك الشاشات التي تبث ما يجرى من تطورات على أرض الواقع.এবং এটি টেলিভিশনে স্থায়ী এক প্রদর্শনের বিষয়ে পরিণত হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলো সেখান উপস্থিত থেকে, সেখানকার সংবাদ সারাসরি আমাদের ঘরে রাখা টিভিতে প্রদর্শন করছে।
9صفحة فيسبوك بعنوان شهداء الحريةফেসবুকের পাতা: স্বাধীনতার শহীদেরা।
10“মিশর তোমাদের স্মরণ করছে” নামক পাতাতেও এই বিক্ষোভে যারা নিহত হয়েছে তাদের ছবি এবং নাম প্রদর্শন করা হয়েছে।
11تتذكر مصر أسماء هؤلاء الذين أغتيلوا أثناء الثورة.স্বাধীনতার শহীদেরা নামে ফেসবুকের একটি পাতা এখানে রয়েছে।
12ويمكنك أن تجد صفحة فيسبوك تحت عنوان شهداء الحرية هنا كما يمكن إضافة أسماء الضحايا الآخرين في تلك الصفحة.নামের এই তালিকায় (স্প্রেডশিট) শহীদের নাম অর্ন্তভুক্ত করার জন্য লোকদের উৎসাহিত করা হচ্ছে।
13وفيما يلي بعض ردود الأفعال على تويتر:নীচে টুইটারের কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল:
14عيني تدمع عندما أرى شهدائك يا مصر!@লুবজি: মিশর, যখন আমি তোমার শহীদ সন্তানদের দেখি তখন আমার চোখে অশ্রু গড়িয়ে পড়ে!
15يسقط يسقط حسني مبارك http://twitpic.com/3wvmsf#মিশর। মুবারক সরকার নিপাত যাক টিটি@:লাসতোআদ্রি: http://twitpic.com/3wvmsf عيني تدمع..
16لا أستطيع التوقف عن البكاء عند قرائتي تلك الصفحة، لابد أن يتنحى مبارك لإيقاف القتل .#মিশর #জান২৫ @_আনামাস: যখন আমি শহীদের জীবনী পড়লাম তখন আর চোখের পানি ধরে রাখতে পারিনি…. http://1000memories.com/egypt।
17لا تضيعوا دم الشهداء واستمروا في الاحتجاج حتي يسقط النظام.মুবারকের পতন চাই,#মুবারক খুনাখুনি বন্ধ কর #মিশর#জান২৫
18يتألم قلبي على كل صورة لهؤلاء الشباب الشهداء في مصر . ومن الواضح ان مبارك يريد قتل المستقبل الذي لن يكون جزء منه.@ইজিপশিয়ানরিফর্ম: শহীদের রক্ত বৃথা যেত দেওয়া উচিত নয়… যতক্ষণ না এই সরকারের পতন ঘটে, ততক্ষণ বিক্ষোভ চালিয়ে যাওয়া উচিত!
19صور وتفاصيل عن الشهداء وأنا على يقين من أنكم في مكان أفضل بعيدا عن مبارك! http://1000memories.com/egypt.#মিশর,#তাহরির#জান২৫ @ফোর ইয়োকিইয়োওয়েই: প্রতিটি তরুণ শহীদের জীবনী পড়ার সাথে সাথে আমি আমার হৃদয়ে এক তীব্র যন্ত্রণা অনুভব করছি#মিশর।
20اليوم الثالث عشر من الغضب المصري سيكون يوم شهداء الثورة .এটা পরিষ্কার#মুবারক ভবিষ্যৎকে খুন করার চেষ্টা করছে, সে যার অংশ হবে না…#জান২৫
21وهناك مسيرة مليونية أخرى للرجال والنساء@রিপেন্ট১১: শহীদদের ছবি এবং বিস্তারিত জীবনী।
22#জান২৫। http://1000memories.com/egypt, শান্তিতে ঘুমাও-পরম করুণাময় তোমাদের মঙ্গল করুক।
23دعونا نلتزم بوعدنا ألا ننسى أبداً شهداءنا الذين فقدوا عمرهم لأجل حريتنا جميعاً ونقسم ألا نترك قاتليهم بدون عقابএবং আমি নিশ্চিত যে তোমরা মুবারকের থেকে অনেক দুরে এক অনেক ভালো পরিবেশে বাস করছ। @_আনামাস: মিশর বিক্ষোভের ১৩ তম দিন।
24لابد أن يتذكر العالم دائماً شهداء مصر .এটা বিপ্লবে শহীদ হয়ে যাওয়া ব্যক্তিদের জন্য উৎসর্গকৃত দিন।
25লক্ষ লক্ষ পুরুষ/নারীর আরেকটি মিছিল সামনে এগিয়ে যাচ্ছে#জান২৫#ইজিপ্ট… শুভ সকাল সারা বিশ্ব।
26@হাসান_কোনটি: আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমাদের সকলের মুক্তির জন্য যারা শহীদ হয়েছে, তাদের কথা ভুলে না যাই এবং তাদের খুনিদের শাস্তি দিতে প্রতিজ্ঞাবদ্ধ হই।
27وسوف تجلب إحتجاجات 25 يناير الحرية لكثير من العالم .#মিশর#জান২৫#তাহরির। @বিকেকোয়াদ: বিশ্ব সবসময় #মিশরের শহীদের স্মরণ করবে।
28وكلهم أبطال.#জান২৫।
29دماء شهداء ثورة 25 يناير أعطتنا الحياة فلا تنسوهم!প্রতিবাদকারীরা বিশ্বের বেশির ভাগ এলাকার স্বাধীনতা বয়ে আনবে।
30رسالة إلى إسرائيل :هل هذه وجوه أناس عنيفة؟তারা সকলেই বীর। @রেহাবসাকর:#মিশর#জানু২৫।
31বিপ্লবের শহীদেরা, আমরা যেন জীবিত থাকি, তার নিজের জীবন দিয়েছে।
32الديموقراطية هي ضمان السلام الوحيد في مصر http://bit.ly/ew6@তারিকসালামা: #ইজরায়েল এর জন্য বার্তা: এই সব মুখগুলো কি খুনে জনতার মুখ?
33যারা #জান২৫, তারিখে গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে, যা কেবল শান্তির বারতা নিশ্চিত করতে পারে।http://bit.ly/ew6Nyw
34يثبت قداس أحد الشهداء أن الثورة قد أنعشت التسامح والإحترام بين الجيل الجديد ذي الوعى العالمي. يوم الشهداء أثناء أسبوع الصمود ..@সোকাকারি: রোববারে শহীদদের স্মরণে গণ উপস্থিতি প্রমান করে যে এই বিপ্লব সারা বিশ্বের চেতনার সাথে তরুণ প্রজন্মের সহনশীলতা এবং শ্রদ্ধা অর্জন করেছে।
35أحب هؤلاء الشباب الذين يطلقون أسماء على أيامهم#জান২৫ একই গতিতে চলা সপ্তাহের একটি দিনে বিক্ষোভে নিহত শহীদদের স্মরণ করা হয়েছে।
36তরুণরা যে ভাবে সোনার অক্ষরে তাদের দিনগুলোকে লিখে রেখেছে, সেই বিষয়টিকে ভালোবাসার সাথে স্মরণ করছি।
37هذه المقالة جزء من التغطية الخاصة باحتجاجات مصر 2011মিশর সংক্রান্ত আরো সংবাদের জন্য আমাদের সাথেই থাকুন।