Sentence alignment for gv-aym-20130426-5787.xml (html) - gv-ben-20130417-35878.xml (html)

#aymben
1Siria: Alepon ch’axwäwipat arsutaসিরিয়া: আলেপ্পোর যুদ্ধক্ষেত্র থেকে টুইট
2Yatiyaw yatiyi Jenan Moussa Aleporu Siria sat markaru kutt'awayi, sarnaqäwipanakat akjam sas arsuski- markasti ch'axwäw taypinkaskiwa.সাংবাদিক জেনান মুসা আবার সিরিয়ার আলেপ্পো ফিরে গেছেন। সেখানে সরকার ও বিরোধীদের যুদ্ধক্ষেত্রের মাঝ থেকে টুইট করে যাচ্ছেন।
3Yaqhipasti qillqirinakar uñacht'yasipkiwa kunas jakäwipacha. Moussa unch'ukiskiwa:তার টুইটগুলো তাত্ক্ষণিক অভিজ্ঞতাপূর্ণ এবং খুবই ব্যক্তিগত।
4@jenanmoussa: Wali askis #Aleppo kutt'aniñaxa ukar jikisiña masixanakampi.পাঠকরা এই টুইটগুলো থেকে জানতে পারবেন, যুদ্ধক্ষেত্রের মধ্যে জীবন কেমন।
5Markax nayruruts juk'amp khusaxiwa ukjamarus jaqinakax ch'axwaw taypin sarnaqir yatitaxapxiwa.@জেনানমুসা: #আলেপ্পোতে ফিরে এসে খুবই ভালো হয়েছে। আমার সব বন্ধুবান্ধবের সাথে দেখা হয়েছে।
6Alepun arum manq'asiñax chikant'asiñawa jiwayirinakamp chica:আমি যেখানে ছিলাম তারচেয়ে শহরটি বেশ ভালো আছে।
7@jenanmoussa: #Aleppo ukan manq'añax pachaxiwa.জনতা যুদ্ধের সাথে জীবন মানিয়ে নিয়েছে।
8Pollo a la mejicana ukaw utji, ukhamarus jaylliwix jayllintaskaniwa.আলেপ্পোতে সঙ্গীদের সাথে রাতের খাবার খাওয়ার সময়ে খানিকটা দূরে মর্টারের গর্জন শোনা গেল:
9Uka markan mä aruma makiptatapatxa.@জেনানমুসা: আলেপ্পোতে এখন রাতের খাবারের সময়।
10খাবারের তালিকায় আছে দূরের মর্টার গর্জনের প্রতিধ্বনি, যা মেক্সিকান মুরগির ডাকের মতো ।
11Moussa jiskt'asiwa:শহরে এক রাত পার করে মুসা বিস্মিত হয়েছেন:
12@jenanmoussa: Aski urukipan #Aleppo markatpacha.@জেনানমুসা: আলেপ্পো থেকে শুভ সকাল জানাচ্ছি।
136 am pachakamax janiw ikiñ atkayati.ভোর ৬টা পর্যন্ত আমি একটুও ঘুমাতে পারিনি।
14Sapa kuti nayr ch'irmthapkt ukhax bombanakas willirtkasp ukham amuyayata.প্রতিবার চোখ বন্ধ করতেই আমি ভেবেছি এই বুঝি বোমা পড়লো!
15Dios, kunjamas jaqinakaxa?হায় খোদা, মানুষ এখানে কীভাবে সুস্থ থাকতে পারে?
16Alepo markana, uka sitio ukjar saram kawkhanti 45 uru nayraqatax mä misil Scud ukax jaquqtk uka uñjañataki.আলেপ্পোর যেখানে ৪৫ দিন আগে স্কাড মিসাইল হামলা হয়েছিল সেখানে ঘুরে এসে তিনি টুইট করেছেন:
17Tuitea: @jenanmoussa: Jichharmanthix mä misil SCUD jalqtawykäna ukjaru sarawaytwa.@জেনানমুসা: আমি গতকাল #আলেপ্পোর যেখানে ৪৫ দিন আগে স্কাড মিসাইল হামলা হয়েছিল সেখানে গিয়েছিলাম।
18Kunati Suxta jaqinakaw t'una ut allthaptat taypinakana chhaqatapxi.ভাঙ্গা ইট-পাথরের নিচে এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন।
19@jenanmoussa: Alepon uñjaraktwa mä awkin wali jachatapa, jupax t'una patxan qunt'ataw thaqaski, kunati pä phuchitapa ukar warmipampiw allintat uñjasiwayapxi.৪৫ দিন আগে আলেপ্পোর যেখানটায় স্কাড মিসাইল হামলা হয়েছিল সেখানে জেনান মুসা। ছবি: জেনানমুসার টুইটারে শেয়ার থেকে নেয়া।
20Jenan Moussa en Aleppo, en el lugar donde un misil Scud cayó 45 días antes.@জেনানমুসা: #আলেপ্পোতে ইট-পাথরের ধ্বংসস্তুপে একজন বাবাকে বসে থাকতে দেখলাম। তার চোখে পানি।
21Foto compartida por @jenanmoussa en Twitterতিনি তখনো দুই মেয়ে ও স্ত্রীকে খুঁজে চলেছেন।
22@jenanmoussa: Kunawrasati jupampiskata ukjax mä pichu ñik'uta t'una taypit jiki, ukat situwa Inas warmixachi”@জেনানমুসা: আমি যখন বাবাকে দেখছিলাম, ধ্বংসস্তুপের নিচে তিনি তখন তার বাচ্চার জুতো এবং একগোছা চুল (মেয়েদের চুল) খুঁজে পেলেন।
23Moussa tatax wali k'uchhikiskiwa jan walt'awin utjatapatsa:আমাকে তিনি বললেন, ‘এটা সম্ভবত আমার বউয়ের'।
24@jenanmoussa: Aleponkir Activistanakax wal laruyapxitu.এরকম হতাশাজনক পরিস্থিতিতেও মুসা তার হাস্যরস ধরে রেখেছেন:
25Avwispachax nayakiw mirq'ta “flac jacket” jark'asiri jan walt'awinakat isi.@জেনানমুসা: #আলেপ্পোর অ্যাক্টিভিস্টরা আমাকে নিয়ে বেশ ঠাট্টা-বিদ্রুপ করছে।
26Jupanakax yatitaxapxiwa ch'axwaw taypina.আমি বাড়িতে কিছু কিছু সময় বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকি।
27Ukatx jan jayp'ux manq'ataw ikxapxani:আর তারা যুদ্ধের গোলাগুলির শব্দে অভ্যস্ত হয়ে গেছে।
28@jenanmoussa: Janiw jichharmax manq'asipkti ukjamarus janiw jarispkti.এরপর তারা রাতের খাবার না খেয়েই ঘুমাতে যায়: @জেনানমুসা: আজকে আমরা কেউই রাতের খাবার খাইনি।
29Kunati janiw anch aka Alepo markan munaskiti.এমনকি কেউ গোসলও করেনি। #আলেপ্পোর মতো শহরে এসবের কিছুই দরকার নেই।
30Aski arumakipan taqpachani.শুভ রাত্রি।