# | aym | ben |
---|
1 | Cuba markanxa, (estatales) ukan irnaqirinakan payllawipax 15 (dólares mensuales) ukha ch’uxña qulqinakaruw chanipax makhatti | |
2 | Cuba markan jichha qhipa maranakanx manq'añ juyranakan chaninakapax irxattatawa, ukañkamax (estatales) ukan irnaqirinakan payllawinakapax janiw irxatkiti, paschpakiskiwa. | কিউবাতে, সরকারি শ্রমিকদের বেতন ছাড়া সবকিছুর বৃদ্ধি ঘটছে কিউবাতে খাদ্য সামগ্রীর দাম বেড়ে গেছে, যদিও কর্মীদের বেতন বাড়েনি [ছবি লেখকের সৌজন্যে] |
3 | (jamuq apsurin mayacht'asinitapa) Cuba markanx (estatales) ukan irnaqirinakarux janiw payllawix irxattatakanïti, ukjam sasaw Central de Trabajadores de Cuba uka jichha jikthaptäw tantachäwinx tukuyarux amtawayapxi, ukjamax janiw jiltañapkam irxattatakaniti. | সম্প্রতি কিউবার কর্মীদের কেন্দ্রীয় সংগঠন (ওয়ার্কার্স সেন্ট্রাল ইউনিয়ন অফ কিউবা বা সিটিসি)-এর চূড়ান্ত সভায়, এই নিশ্চয়তার সাথে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে যদি উৎপাদন ক্ষমতার বৃদ্ধি না ঘটে, তাহলে কিউবায় সরকারি কর্মীদের বেতন বাড়ানো হবে না। |
4 | Aka markanxa, (estatales) ukan irnaqirinakan payllawipax 15 (dólares mensuales) ukha ch'uxña qulqinakaruw chanipax makhatti (según la tasa de cambio de la moneda oficial cubana) ukat jakañatakix jichha qhipa maranakanx jilxattatawa, kunjamtix yaqhip manq'añ yänak Estadox yanapt'kan ukanakax janiw utjxiti. | কিউবার জাতীয় মুদ্রা বিনিময় হার অনুসারে কিউবাতে প্রতি মাসে রাষ্ট্রীয় শ্রমিকদের বেতন হিসেবে ঠিক ১৫ ডলার মাঝামাঝি পরিমাণ একটা অর্থ প্রদান করা হয়। এদিকে, বিশেষ করে রাষ্ট্রীয় ভর্তুকিতে দেওয়া খাদ্য ঝুড়ি নামক প্রকল্প থেকে কিছু খাবার সরিয়ে নেওয়ার মত অর্থনৈতিক কয়েকটি পদক্ষেপের পর সাম্প্রতিক বছরগুলোয় দেশটিতে জীবনযাত্রার ব্যায় বেড়েছে, এছাড়াও বেসরকারি পর্যায়ে খাদ্য সামগ্রীর মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। |
5 | Ukarusti, qhatunakan manq'añ yänakan chaninakapax qhanpachw irxattataw uñjata. | কিউবার রাষ্ট্রপতি রাউল কাস্ত্রোর বক্তব্য অনুসারে, |
6 | Irpiri cubano Raul Castro jupax arsuwa, Juchaspaw jan sum amuyt'as (estatales) uksankirinakar payllawix irxatatañapaxa, ukjam irxatatatxa, taqikun yanakas yaqha amuyunakampiw irxatayataspaxa, ukats kunayman yanakas janis arxatatakasp ukjam amuyutaspaw säkiw arsüna. | “রাষ্ট্রীয় খাতে গণহারে বেতন বৃদ্ধির আদেশ একবারে দায়িত্বহীন এবং বিপরীত উৎপাদন ক্ষমতা হিসেবে পরিগণিত হবে, কারণ তা শুধুমাত্র মুদ্রাস্ফীতির চক্রে পরিণত হবে যদি না তা পণ্য ও সেবা প্রদান বৃদ্ধির মত বিষয়ের দ্বারা খাপ খাওয়ানোর মাধ্যমে তাকে পুরোপুরি সমর্থন করানো হয়।” |
7 | Taqikun jilxatipanx jichha qhipa maranakan Cuba markanx payllaw irxattäwitx aruskipañax kutt'arakikiwa. | সাম্প্রতিক সময়ে কিউবা যে দুষ্টচক্রের মধ্যে পড়ে গেছে, উৎপাদন ক্ষমতা বৃদ্ধির শর্তে বেতন বাড়ানো সেই বিতর্কে পুনরায় মনোযোগ প্রদান করে। |
8 | Ukhjamatwa, jichha chhijllata Ulises Guilarte (secretario de la organización) ukana,jupax qhanancht'anwa; yaqhipawjanakan akjamaxutjaspa: | সিটিসির সম্প্রতি নির্বাচিত সেক্রেটারি ইউলিসেস গুইলারেট এই চক্রের প্রভাবের বিষয়টি নির্দেশ করেছেন [স্প্যানিশ ভাষায়]: |
9 | …irnaqañatjamax lup'iñ llakisiñ jaytxañ ukhjamanwa, ukat Ministerio de la Construcción ukankirinaka, anqaxan askinjam suma qullqichanïr uñt'at irnaqirinaka, ukat yaqha irnaqirinakamp kunaw akjam jan walt'ayatax jikxattasipxäna, ukjamarus jupanakan amuyunakapax descapitalización ukaw irnaqäwtuqit utjañapa, janiw sapakutis ukjamak uñjatakaspati sapxiwa, ukat khitinakatix ukjam amtapxi jupanakan juchanakapaw aka jan walt'aw utjatapaxa sasaw arsupxi. | অনেক জায়গায় উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বেতন সমস্যা এক প্রধান প্রতিবন্ধকতা, যা দুর্দশা তৈরী করে ও উদ্দীপনার এবং কাজের প্রতি আগ্রহ কমিয়ে দেয়, যার প্রভাব পড়ে শৃঙ্খলায় এবং এতে দক্ষ শ্রমিকেরা ভালো কিছুর প্রত্যাশায় দেশান্তরি হতে শুরু করে এবং কম চাহিদা সম্পন্ন পেশাগত কর্মকাণ্ডে যুক্ত হয়, যার ফলাফল দৃশ্যমান কর্মশক্তি হ্রাস পেতে থাকে, যা মৌলিকভাবে শিল্পের মূল শাখা সমূহে, নির্মাণ মন্ত্রণালয় এবং অন্য সকল ক্ষেত্র প্রভাব তৈরী করে, সাথে নেতৃত্বের অবস্থান গ্রহণকে তুলে ধরার বিষয়টি সবসময় এড়িয়ে যাবার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। |
10 | Raul Castro jupax arsunwa, (servicios médicos) ukanakatakix irxattataniwa, kunatix anchhichanakax waranqa waranqa qullirinakaw markasanx irnaqasipki, ukats jupanakatakix anqaxanx akans walt'ataw irnaqañatakix utji sasaw yatiyäna. | রাউল কাস্ত্রো, তার এক ভাষণে নিশ্চিত করেছে যে চিকিৎসা কর্মীদের বেতন বাড়ানো হবে, “এই বিষয়টি মাথায় রেখে এই ঘোষাণা যে বর্তমানে দেশটির হাজার হাজার ডাক্তার বিদেশে কর্মরত, যারা দেশটির বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম, ”। |
11 | 2011 maran Chinuqa phaxsinxa, Habana markanx Brasil markat (embajador) ukjam utjkki jupax arsunw jichha maranx markajanx cubano qullirinakax 11 waranqa ukhaniw pisin jakasirinakar ukat jan jasak puriñawjanakan yanapt'as irnaqasipkki sasaw qhanañchäna. | জানুয়ারি ২০১১-এ, হাভানায় নিযুক্ত ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত ঘোষণা প্রদান করে যে [ স্প্যানিশ ভাষায়] ওই বছর ব্রাজিলের সবচেয়ে দরিদ্র এবং অত্যন্ত দুর্গম এলাকায় প্রায় ১১, ০০০ কিউবার ডাক্তার কাজ করছে। প্যান আমেরিকান স্বাস্থ্য সংগঠন-এর অংশীদার প্রতিষ্ঠান সাউথ সাউথ কর্পোরেশন কিউবাকে বছরে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে। |
12 | Aka Sur-Sur yanapt'äwix Organización Panamericana de la Salud ukan chimpuntataw jikxatata, ukat Cubarux niya $500 waranqan waranqap ch'uxña qullqimpiw maranx yanapt'äni. | |
13 | Esquinas de Cuba, Alejandro Ulloa blugupan amuyt'i : | |
14 | (…) anqaxa markanakat jan qullqichawinakax utjkan ukhaxa, (economia cubana) ukax akan utjki ukjamarjamaw uñjatäni, ukampirus uka llakix taqinirupuniw payllaw irxatatañapäkis uksankirinakarus jan walt'ayspa, ukat jichhurunx aka jan walt'awix chiqpachans taqpach markachiriruw jan walt'ayi, ukjamarus khitinakatix kust'at achuyapki jupanakatakis kikiparakiwa. | নিজস্ব ব্লগ এসকুয়েনোস ডে কিউবাতে, আলেহান্দ্রো উলাও যুক্তি প্রদর্শন করেছে [স্প্যানিশ ভাষায়] : (…) উল্লেখযোগ্য কোন বিদেশী বিনিয়োগ না থাকা, একই সাথে প্রধান কোন উৎপাদন খাত পুনরায় চাঙ্গা না করার কারণে,কিউবার অর্থনীতি ক্রমাগত এই দুষ্ট চক্রে পড়ে আছে, যা বেতনের টাকায় ক্রয় করার ক্ষমতার প্রতি পরিষ্কার এক হুমকি প্রদান করছে, আর মৌলিক এই সমস্যা আজ জনগোষ্ঠীকে আক্রান্ত করছে। |