Sentence alignment for gv-aym-20120902-4572.xml (html) - gv-ben-20120728-29133.xml (html)

#aymben
1México: Umat pist'añankasax khunu qullunakaruw makhatapxiমেক্সিকো: পানি সংকট মোকাবেলায় পর্বতারোহণ
2Taqi markanakan jan umat pist'añatakix suma q'uma uma utjañapatakiw fondonak apthapxi.চ্যালেঞ্জটি হলো বিশ্বজুড়ে পানি ও স্যানিটেশন সংকট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের জন্যে নিরাপদ পানি নিশ্চিতকরণে অর্থ সংগ্রহ।
3Reto 21 Jake Norton utt'ayirixa, jupax sapa continentet kimsa jach'a ch'utu qullunak maqhatañ muni ukat aka videonak kunjam luri uñstarkiwa.চ্যালেঞ্জ ২১-এর প্রতিষ্ঠাতা জেক নর্টন প্রতিটি মহাদেশের ৩টি সর্বোচ্চ চূড়ায় আরোহণ করে এটা করতে চেয়েছেন এবং তিনি কীভাবে এই কাজটি করছেন সেটা আমাদের দেখাচ্ছে পরের কয়েকটি ভিডিও।
4Jichhakiw jupax Norte American kimsa ch'utu qukllunakar maqhataynwa, Pico de Orizaba Mexicona, Josh Wolff mä videow nayraqat jakañapat, mä articulump ukat maqhatasin uskutayna, aka Gadling travel blogGadling travel blog [en] (Blog de Viales Gadling).সম্প্রতি তিনি উত্তর আমেরিকার ৩য় সর্বোচ্চ শিখর মেক্সিকোর পিকো দে ওরিযাবা'য় আরোহন করেছেন। প্রথমবারের মতো এই আরোহণটি একটি ভিডিও তথ্যচিত্রের মাধ্যমে নথিবদ্ধ করে গ্যাডলিং ভ্রমণ ব্লগে পোস্ট করেছেন।
5আমার সাম্প্রতিক সবচেয়ে দু:সাহসিক কাজটি আমাকে উত্তর আমেরিকার তৃতীয় সর্বোচ্চ (১৮,৫০০ ফুট) এবং মেক্সিকোর সর্বোচ্চ চূড়ায স্তরীভূত লাভার তৈরী আগ্নেয় পর্বত পিকো দে ওরিযাবার শিখরে চড়ার চেষ্টা করার জন্যে মেক্সিকোর পুয়েব্লা এবং ভেরাক্রুজ প্রদেশের সীমান্তে নিয়ে এসেছে।
6Jichh venturajax frontera aka Puebla ukat Veracruz México sarta.এটা কোন সাধারণ পর্বতারোহণ নয়। এ ছাড়াও উচ্চতাও একটি ব্যাপার।
7Kunatix Norteamerican (18,500 pies) jach'a kimsa ch'utu qullunakar maqhatañatak saratayna, Pico de Orizaba. Janiw jskit mhatañaxa.পর্বতারোহণে উৎসাহী জেক নর্টন এবং চ্যালেঞ্জ ২১ দলটি বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় জন্যে পরিষ্কার পানি ও স্যানিটেশনের নামে বিশ্বের সর্বোচ্চ ২১টি শিখরে আরোহণের চেষ্টা করছে।
8Jake Norton saririxa [en] ukat a href=”http://challenge21.com/”>21 amta [en] 21n qullu patanakar maqhatañ munapxi kunatix planetar yanaptñatakiw quma umax ukat saneamiento wali sumañapataki ukatakiw maqhtapxi.এটা আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমার নিজেকে এগিয়ে নিতে এবং একটা ভালো কারণের জন্যে সেটা করতে মেক্সিকোতে জেকের সঙ্গে যোগদানের জন্যে স্বাক্ষর করেছি।
9Akax wali askiwa ukat Méxicon nayax Jake equipopar yanaptañatak qilltaskta.
10Jupanakax paqall ch'utu qullunakax maqhapxatayna, sañani;: Monte Everest, Monte Kilimanjaro, monte Stanley ukhamarakix Noretamerican kimsa ch'utu qullunakampiwa, aka proyectox 3r ukat 4r mararinar wali alayar saraski.ইতোমধ্যে এভারেস্ট, কিলিমাঞ্জারো এবং স্ট্যানলি চূড়ার পাশাপাশি উত্তর আমেরিকার ৩টি চূড়াসহ ৭টি চূড়া জয় করে ৩ থেকে ৪ বছরের এই প্রকল্পটি বেশ ভালভাবেই এর লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছে।
11Reto 21x Youtube canalax walja videonakax aka Everest sarasin utji, ukhamarak saneamiento Campamento Base Everest uñstiwa.চ্যালেঞ্জ ২১'এর ইউটিউব চ্যানেলে এভারেস্ট অভিযানে এর বেস ক্যাম্পে স্যানিটেশন সুবিধা দেখানোসহ বেশ কয়েকটি ভিডিও রয়েছে।
12Aka sition walja yatiyawinakax utji, kunatakix Uma tama jakinakataki [en] yanaptañatakiw cuentanak jist'arapxi aka proyector alay sarañapataki.ওয়েবসাইটটিতে জনগণের জন্যে পানি সংগঠনে অনুদান দেয়ার এবং সামাজিক মিডিয়া প্রকল্পের অগ্রগতি অনুসরণ করার জন্যে লিংকসহ অভিযান সম্পর্কে আরও তথ্য পাওয়া যাচ্ছে।
13Aka expedicionanakax Jake Norton ukat Challenge 21x janiw aka qullqi apnaqapxi kuntix jaqha financiamiento utji.সম্পূর্ণভাবে বাইরের উৎস জেক নর্টন এবং চ্যালেঞ্জ ২১'এর নেয়া অভিযানগুলোতে অর্থায়ন করছে।
14Uka qullqi donataxa uma jaqinakatakixa sari, 100% tuw jupanakatakiwa aka mundo yanaptañataki janiw aka qullqix expedicionatak sarañatak apnaqapxi.অন্য কথায়, জনগণের জন্যে পানি'র জন্যে দান করা করা ১০০% জনগণের জন্যে পানি এবং বিশ্বব্যাপী তাদের কর্মসূচীতেই যাচ্ছে।
15Reto 21 ukat umax jaqinakatakixa qullqi donataxa expedición ukampis jaqha lurawinakax janiw akamp sarapkiti.মাধ্যমে জনগণের জন্যে পানি'কে দান করা কোন অর্থ অভিযানের অথবা চ্যালেঞ্জ ২১-এর কোন ধরনের খরচের ব্যয় হবে না।