# | aym | ben |
---|
1 | Irán: Kunawsati uraq khathatix jan walt'ayki, ukhax “televisión ukanx yaqha yatiyäwinakakw yatiyi” | ইরান: ভূমিকম্পে মানুষ মরছে, আর “টিভি দেখাচ্ছে প্রার্থনা” |
2 | Iran markan Provincia de Azerbaiyán Oriental uksanx pä uraq khathatiw jan walt'aykataynati, 11 uru llumpaqa phaxsit aka 2012 marata, 250 jiwataw utji ukatx niya 1,800 usuchhjatarakiw utji. | শনিবার (১১ই আগস্ট, ২০১২) ইরানের উত্তর-পশ্চিমাঞ্চল পূর্ব আজারবাইজান প্রদেশে দু'টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে যাতে ২৫০ জন নিহত এবং প্রায় ১,৮০০ জন আহত হয়েছে। এই ৬. |
3 | Uka uraq khathatix 6.4° ukat 6.3° ukhanw khathatawayatayna,ukatx walja jan walt'aw uñst'ayawayi. | ৪ এবং ৬. ৩ মাত্রার ভূমিকম্পটি একটি ধ্বংসযজ্ঞ এবং দুর্ভোগ রেখে গিয়েছে। |
4 | Iraníes ukankirinakax internet uksaw jan walt'añan jikxatasipk ukanakar wilamp yanaptañatak mayt'asax arst'apxi. | মৃতদের জন্যে শোক প্রকাশের পাশাপাশি রক্ত দান এবং সাহায্যের আহবান জানানোর জন্যে ইরানীরা ইন্টারনেটে হামলে পড়েছে। |
5 | Ukapachparakiw iraní ukan television nacional utjiki ukatakiw wal phiñasipxatayna, religioso ukxat aruskpachax uka uraqi khathatiw utjk uka jan walt'äwinakats yatiyaskaspa sasina. Fuente: Campaña Internacional por los Derechos Humanos en Irán. | এছাড়াও ভূমিকম্প এবং কীভাবে দুর্গতদের সাহায্য করা যায় সে সম্পর্কে দর্শকদের তথ্য দেয়ার পরিবর্তে ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করার কারণে তারা ইরানী জাতীয় টেলিভিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। |
6 | Damavandiyeh sutinisti qilqt'iwa [fa]: Walja jaqinakaw escombro manqhanakankasipki. | উৎস: ইরানে মানবাধিকারের জন্যে আন্তর্জাতিক প্রচারাভিযান |
7 | Iaran markanx janiw privad canales ukanakax utjiti, ukat estadon canalanakapx religiosos uka wakichäwinakatakw yatiyaspki, jaqinakar yanapt'añatak yanap maykpachaxa. | দামাভান্দিয়েহ লিখেছেন [ফার্সী ভাষায়]: গ্রামগুলোতে এখনো অনেক লোক ধ্বংসাবশেষের নিচে পড়ে রয়েছে। |
8 | Irán markan Azerbaiyán Oriental sutin jilïr irpirix “Día del Juicio' ukwa aka uraq khathatix amtayistu sakiw satayna. Green City yapxat'iwa [fa]: | দেশের সমস্ত রাষ্ট্র-নিয়ন্ত্রিত চ্যানেল [ইরানে কোন বেসরকারী চ্যানেল নেই] জনগণকে সাহায্যের জন্যে আহবান জানানোর পরিবর্তে ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করছে। |
9 | Jaqinakax escombronakamp q'ala allxatatapxiwa, ukat wal yanap munapxi,[Dua'a Jawshan Al Kabir] ukatw religioso wakichäwinakatw telivisionanakax yanapi. | আজারবাইজানে ইরানের শীর্ষনেতার প্রতিনিধি বলেছেন, এই ভূমিকম্পটি আমাদের “কেয়ামতের দিনের” কথা মনে করিয়ে দেয়। সবুজ শহর যোগ করেছে [ফার্সী ভাষায়]: |
10 | | ধ্বংসাবশেষের নিচে পড়ে থাকা মানুষের সাহায্য দরকার কিন্তু ইরানী চ্যানেলগুলো ধর্মীয় অনুষ্ঠান [দু'আ জশন আল কবির] সম্প্রচার করছে যেখানে তাদের একজন ‘মার্কিন যুক্তরাষ্ট্র নিপাত যাক' [স্লোগান] দেখাচ্ছে… |
11 | “Abajo Estados Unidos' [lema]… ukxatw uñacht'ayi. | আন্দিশেহ বিয়োগান্তক ঘটনাটি সম্পর্কে বলেছেন ভুলগুলো থেকে কেন আমরা শিখি না: |
12 | Aandishe ukasti jan walt'äwinakxatw amuyt'i [en] akham jiskt'asisina kunats sapa marax ukham jan walt'äwinakt yatiyapacha sasina: | আমাদের প্রত্যেকেই হয়তো সে জায়গায় গিয়েছিলাম… আমরা কেন পূর্ববর্তী ভূমিকম্পগুলো থেকে কোনো কিছু শিখি না… ছি! |
13 | Taqiniw ukanakx makiptapxatayna….kunats nayrür uraq khathatinakat jan amuyasna….p'inqapuniw uka k'arinakan telivision ukar saratapaxa, ukanx nayraruw mistasñan sasinw arusipxi. | ইরানে বাড়িঘরের ভূমিকম্প সহনীয়তা বাড়াতে নিজেদের কর্মের বড়াই করার জন্যে টিভিতে মুখ দেখাতে আসা সব মিথ্যাবাদী। |
14 | Bidad ukax niya kipka yatiyaw uñt'ayaraki [fa]: | বিদাদ একই ধরনের মনোভাব ভাগাভাগি করেছেন [ফার্সী ভাষায়]: |
15 | Jawsañanakas q'ala khuchhuqatawa, chikatpach provinciaw jan walt'äwinki, telivision ukasti religion uka ayunu ukatakw arusisipki, uka uraq khathatit aruskpachaxa. | সমস্ত টেলিফোন যোগাযোগ বাঁধাগ্রস্ত এবং অর্ধেক প্রদেশ ধ্বংস হয়েছে, আর ভূমিকম্প সম্পর্কে মানুষকে জানানোর পরিবর্তে টেলিভিশন রোজার মতো সব ধর্মীয় বিষয় সম্পর্কে আলোচনা করছে। |