Sentence alignment for gv-aym-20120813-4583.xml (html) - gv-ben-20120804-29397.xml (html)

#aymben
1Video: Uraqpachan qhathunakan sarnaqkasaভিডিও: চলুন যাই ভবের বাজারে
2Uraqpachanx khawkha chiqankpasaya, qhathux kunayman saminakaniw apasiski.বিশ্বের যেখানেই হোক না কেন, বাজারগুলো রঙ, শব্দ আর জীবনে পরিপূর্ণ।
3Salvador, Mexico, India, Indonesia ukat Tailandia uka markanakan qhathunakapan jamuqanak vidieonak uñjt'as chikancht'asinipxama.আমাদের সঙ্গে - ছবি ও ভিডিওর মাধ্যমে - এল সালভাদর, মেক্সিকো, ভারত, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের বাজার ভ্রমণে যোগ দিন।
4Ukatx RocaCristo uka videonx Santa Tecla Salvador markatw uñjasi, varistojamonbanua ukax niya kipka qhathunak utjiki ukanakatw uñt'ayaraki:রোকাক্রিস্তোর পাঠানো এল সালভাদরের সান্তা তেকলা বাজারের ভিডিওটি দেখার পর বারিস্তোহামনবানুয়ার এই বাজার এবং তার বাড়ির বাজারের মধ্যে মিল সম্পর্কে একথাই বলার ছিল:
5Manilatatwa, videomax wali jiwakiwa, Filipinas uka qhathunkasmas ukhamatawa, ch'uxña achunaka,muxsa achunaka, camutinaka ukat jisk'a muxsa achunaka ukax aka Filipinas markanx jallu pachanw utji.…আমি ম্যানিলা থেকে এসেছি, আমি আপনার ভিডিওটি পছন্দ করেছি, মনে হচ্ছে আপনি ফিলিপাইনের কাঁচা বাজারে আছেন, সবজি, ফল, মিষ্টি আলু, এবং ফিলিপাইনে যাকে আমরা গ্রীষ্মকালে দেখতে পাই এবং সেনেগুয়েলা বলি সেই ছোট্ট গোলাকার ফলগুলো।
6Aka video ukarux wal munta.আমি এই ভিডিওটি ভালবাসি।
7Indonesia, Lok Ba Intan Borneo aynachaxanx chhalaqa, aljäwi qhathuw apasi.ইন্দোনেশিয়ার দক্ষিণ বোর্ণিওর লোক বা ইন্তানের ভাসমান বাজারে বিনিময় এবং বেচাকেনা।
8Lok Baintan uka qhathurux 5 ukat 8 qhantatiw jaqinakax jak'a amarkanakat purintapxi,Borneo aynachawjana, Indonesia markana.ইন্দোনেশিয়ার দক্ষিণ বোর্ণিওর খনি শহর মার্তসাপুরার কাছাকাছি অবস্থিত লোক বাইন্তান নদী বাজারে নিকটবর্তী গ্রামগুলো থেকে জনগণ ভোর ৫টা থেকে ৮টার মধ্যে উপস্থিত হয়।
9Bayuwinata © Demotix jupan aka jamuqax apst'atawaছবি, বাইউয়িনাতা ©ডেমোটিক্স (১৪/৭/২০১২)
10MVMTelevisionDigital ukax Oaxaca, México markanakan qhathuparuw purt'i.এমভিএমটেলিভিশনডিজিটাল মেক্সিকোর ওয়াক্সাকা বাজার পরিদর্শন করেছে।
11Mä k'ata waraqt'at videox kunjams alasirinakax isi, joyeria ukat manq'añanak alasipxi ukwa uñacht'ayistu.এই এক মিনিট ক্লিপটি আমাদেরকে সেই রঙিন জায়গাটি দেখায় যেখায় যেখানে অতিথিরা পোশাক, গয়না এবং আঞ্চলিক সুখাদ্য ঘাসফড়িং ও কীট অথবা হয়তো চমৎকার উষ্ণ এক কাপ ঝাল চকলেটসহ অন্য খাদ্য কিনতে পারে?
12Akax Mumbai ukan qhathupawa, India, ukatax mä juk'a mayjt'atawa, muxsa achunaka ukat ch'uxña achunak aljañchiqanx k'añaskunakataki, refrigiraduranaka, tilivisuranak aljañaw utji.ভারতের এই মুম্বাইয়ের বাজারটি একটু ভিন্ন: ফল ও সবজির পরিবর্তে আপনি এখানে কুড়িয়ে আনা গাড়ির যন্ত্রাংশ, প্রাচীন বস্তু, ঠিকঠাক করা রেফ্রিজারেটর এবং টেলিভিশন পাবেন তাদের দামের একটি ভগ্নাংশের বিনিময়ে।
13Aka videox 2007 maratawa, Parasher jupan uñstayata sutipaxa: Mä neumáticos aljirix “mercado ruidoso” jall ukham uñt'atapachaw sasinw lup'itayna (Shor), ukatax sutipax “bazar de ladrones” ukhamaruw turkxatayna (Chor).পারাশের নির্মিত ২০০৭ সালের এই ভিডিওটি এই বাজারটির নামের উৎপত্তি সম্পর্কে খুঁটিনাটি জ্ঞান দেয়: একজন টায়ার বিক্রেতা মনে করেন এটি আসলে মূলত “হৈচৈ” (হিন্দি শব্দ ‘শোর') বাজার হিসেবে পরিচিত হলেও ইংরেজি নিয়ম অনুসারে অপভ্রংশ (বিকৃত) হয়ে “চোর” বাজারে পরিণত হয়েছে।
14Yaqha aljirix “Chor” sutix janiw chiqakanti, uka chiqawjanx lunthatat yänakax jasakw jikxatasisp sasin arst'atayana.আরেকজন বিক্রেতা প্রকৃত নামের পক্ষেই সুর তুললেন কারণ, এই বাজারে সাধারণতঃ চোরাই বস্তুই পাওয়া যায় তাই চোর এর অপ্রকৃত নাম নয়।
15Tailandia Maeklong qhathuchiqawj mä tren ukax 8 kutiw sari, ukatsti aljirinakax sapa tren ukan makiptañapatakiw uka qhathuwjanx aljañanakap apthapisipxi.থাইল্যান্ডের ম্যাকলঙ বাজারের মাঝখান দিয়ে একটি ট্রেন দিনে আট বার চলাচল করে এবং প্রত্যেকবার যাওয়ার সময় বিক্রেতারা তাদের পসরা সরিয়ে নিয়ে রেলপথ পরিষ্কার করে দেয়।
16স্থানীয়দের জন্যে এটা সাধারণ একটা স্থান হলেও, কিছু পর্যটকের এই বাজারটি দেখতে আসার জন্যে শুধু জনগণের রেলপথ পরিষ্কার করার এই অনন্যতা টিই যথেষ্ট।