Sentence alignment for gv-aym-20130111-5262.xml (html) - gv-ben-20130131-34809.xml (html)

#aymben
1তিন রাজার নিউ ইয়র্ক ভ্রমণ
2তিন রাজা এলেন আর গেলেন, কিন্তু তা ৪ জানুয়ারি, এক সাধারণ রৌদ্রোজ্জ্বল সকালে নিউ ইয়র্কে মিউজিও ডেল ব্যারিও কর্তৃক আয়োজিত প্যারেডে শত শত শিশুদের সাথে উদযাপন না করে নয়।
3ক্রিসমাসের উৎসব, যার ইতিহাস ও ধর্মীয় ভাবধারা যথেষ্ট জটিল (খ্রিস্টবাদের মতই), সেটি কয়েক শতাব্দী ধরেই ক্যারিবিয়ান ও ল্যাটিন আমেরিকান সংস্কৃতি ঐতিহ্যের অংশ।
4পুয়ের্তো রিকোতে, উদাহরণস্বরূপ, তিন রাজার আগমনের পূর্বে, শিশুরা একটি জুতার বাক্সে পরবর্তী দিনের উপহারের জন্য ধন্যবাদ জানিয়ে মেলকর, গাসপার, আর বালতাসারের ঘোড়ার জন্য ঘাস ফেলে রাখে।
5Nueva York markan Kinsa Reyes Magos ukan saräwinakapaপ্রকৃতপক্ষে, বছরের পর বছর ধরে এই ঐতিহ্যটি সৃজনশীল ধারায় পরিবর্তিত হয়েছে।
6যেমন, তিন রাজা ঘোড়ার পিঠে চড়ে পৌছান, উটের পিঠে নয়, এবং তাদের নিয়ে সান্তেরোসরা (ধর্মীয় চিত্রের কারিগর) প্রতিশ্রুতির [স্প্যানিশ ভাষায়] মাধ্যমে উদযাপন করে যা উৎসাহ ও আনন্দের উৎস।
7নিঃসন্দেহে পুয়ের্তো রিকান আর ল্যাটিন আমেরিকান সমাজ যারা নিউ ইয়র্কের মত নগরে জীবিত ও সক্রিয় তারা বিশেষ করে শিশুরা কখনোই অত্যন্ত উৎসাহের মাধ্যমে দিনটিকে উদযাপন করতে কখনো থেমে থাকে নি।
8এতই বেশি যে পূর্ব হারলেমের সড়কগুলো ঘোড়ার গাড়ির চলন, পেরুভিয়ান নাচ, ক্যাপোইরা, দৈত্যাকার পুতুল আর এমনকি দুটো উটের পদচারণায় অচল হয়ে গিয়েছিল যেগুলো নিউ জার্সির একটি পবিত্র স্থান থেকে আগত।
9এখানে আমরা পুয়ের্তো রিকান শিল্পী জোসে গুয়ারিওনেক্স কর্তৃক তোলা কিছু ছবি দিয়েছি যেখানে এ উৎসবের মাঝে কিছু মুখ তুলে ধরা হয়েছে।
10Reyes magonakax sarxapxiwa, Nueva York markanx janïri riyinak sarkipanx Museo del Barrio ukanx walja jisk'a wawanakampiw mä phunchhaw lurapxi 4 uru aka chinuqa phaxsina.পূর্ব হারলেমে জন্মগ্রহণকারী ও বসবাসকারী এক কবি, জেসাস “পাপোলেতো” মেলেন্ডেজ প্যারেডে রাজা হিসেবে নির্বাচিত হয়েছেন। নৃত্যশিল্পীদের ঐতিহ্যবাহী পেরুভিয়ান সঙ্গীত পরিবেশনা।
11অসভালদো গোমেজ তার অপূর্ব উপস্থিতির মাধ্যমে আমাদের আনন্দিত করেছেন।
12Aka amtäwix nayrja maranakatpachw utji.আমরা এই ছবিতে বাদকদের শক্তি অনুমান করতে পারি।
13Puerto Rico markanxa, reyes uka urur niya purkasinx jisk'a imill yuqall wawanakax mä sapat kajunaruw Melchor, Gaspar ukat Baltasar ukananakan qaqilunakapar qhipür waxt'awinak katuqpkan ukata jallallt'äwinak uchapxi.১০৬ থেকে ১১৬তম সড়ক ও পার্ক এভিনিউতে কাগজের মুকুটধারী শত শত ছেলেমেয়ে। ছদ্মবেশী সাংবাদিক, মারিয়া হিনোজোসা এবং কর্মী, অ্যাঞ্জি রিভেরা এই উৎসবের রানী নির্বাচিত হয়েছেন।
14Ukhat reyinakax qaqilunakat puripxañapataki, jani camellonakatxa; promesanak q'ipipxañapataki.নিউ ইয়র্ক অভিবাসন অফিসের কমিশনার ফাতিমা শামাও রানীদের একজন নির্বাচিত হয়েছেন।
15পূর্ব হারলেমে বসবাসকারী পুয়ের্তো রিকান শিল্পী তানিয়া তোরেস প্যারেডে দেবীদের মধ্যে ছিলেন, এছাড়া নাদিমা অ্যাগার্ড, সিসিলিয়া গ্যাস্টন, ক্রিস্টিনে লিকাটা এবং স্যান্ড্রা মোরালেস- ডি লিওন ছিলেন।
16Ukharuxa Josué Guarionex, mayni artista puertorriqueñon jamuq apasutanakapaw uñt'ayasi.নিউ ইয়র্কের রাস্তায় এত শিশুর সাথে হাঁটা একটি অভাবনীয় উপহার।