Sentence alignment for gv-aym-20100204-205.xml (html) - gv-ben-20100101-8346.xml (html)

#aymben
1স্বাধীন অভিব্যক্তি বিষয়ক পুরস্কার প্রদানের ক্ষেত্রে গ্লোবাল ভয়েসেস গুগলের সাথে এক অংশীদারিত্বে যুক্ত হয়েছে
2Global Voicixa Nayrir Payllawi Jan Axsaras Arsuña Google Tuqiruw Mayacht'asiআজ (২৯ ডিসেম্বর,২০০৯) থেকে ব্রেকিং বর্ডাস এ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেবার সময় শুরু।
3Chhijllawinakaxa jichhurkamax jist'arataskiwa (29ni diciembre saraqata phaxsita aka 2009 maratpacha) ukanxa Breaking Borders Award [en] (thiyat thiyat sariri payllawinaka) mä machaqa uñkatt'awi aka Google ukhamaraki Global Voices ukampi uñst'ayatawa yanapt'añataki yaqha kasta amtawinakaru aka web tuqiru.এটি এক নতুন পুরস্কার যার প্রবর্তক গুগল এবং গ্লোবাল ভয়েসেস। ইন্টারনেটে ‘অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা' নামক বিষয় প্রচারণার জন্য কোন ব্যক্তি বা দলকে তাদের সাহসী, উদ্যমী এবং সমৃদ্ধশালী ওয়েব পরিকল্পনার জন্য এই পুরস্কার প্রদান করা হবে।
4Qalltayiri jaqinakampi ukjamaraki tamanakampisa uñicht'ayasin ch'amampi, qamasampi, amuyumpi internet amanqasina yanapt'asinaraki jan axsaraña arsusiña tuqita.থমসন রয়টার্স ও এই পুরস্কারকে সমর্থন করেছেন। ব্রেকিং বর্ডাস পুরস্কার তৈরি হয়েছে গ্লোবাল ভয়েসেস এর প্রচারপত্রে লেখা মূল্যবোধের উপর।
5Uka paylliwixa yanapt'atarakiwa aka Thomson Reuters ukampisaএই দলিল একই সাথে উইকিতেও লেখা রয়েছে।
6Thiyat thiyat sariri payllawixa uñtasiwa wali suma arst'asiwi lurawinakaru aka global voices arst'asiwi tuqita. Mä qillqatanxa aka 2004ni mara wiki tuqitja sawayiwa, nayraqatpachxa mayacht'añawa aka global voices ukaxa.সেখানে ২০০৪ সালে এই সংগঠন ও সম্প্রদায়ের নীতি নির্ধারক বিষয়গুলো বই আকারে লেখা হয়, যে প্রতিষ্ঠান ও সম্প্রদায় পরে গ্লোবাল ভয়েসেস নামে পরিচিত হয়।
7Uka qillqt'atanxa akham siwa:এই প্রচারপত্র এই কয়টি শব্দ দিয়ে শুরু হয়েছে:
8Jan axsarañ arst'asiñampiptwa, parlaña ist'ataña amtawinakampi. Taqi uka lurawinak tuqi taqini arst'asipxirista”“আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি: কথা বলার এবং কথা শোনার অধিকার রক্ষায় সচেষ্ট।
9Ukatakixa munaptwa khititix arst'asiña munchixa ukaxa arst'asispan taqi kunanakay arst'asiñataki utxchi uka tuqi arst'asiñapataki, ukhamaraki khititix ist'aña munchixa taqi tuqi katuqaspan uka yatiyawinaka.আমরা বিশ্বাস করি কথোপকথনের টুলগুলো ব্যবহারের সার্বজনীন বাধাহীন অধিকারে। এই লক্ষ্যে আমরা চাই যারা বলতে চায় তাদের বলার সুযোগ করে দিতে - এবং যারা তা শুনতে চায় তাদের শোনার মাধ্যম ব্যবহার করতে দিতে।”।
10Thiyat thiyat sariri payllawixa yanapt'arakiwa Global Voices Advocacy, ukana irnaqawinakaparu, uñstanki aka febrero 2007ni marana, uñtañataki wali amuyumpi aka jan axsarasa arsusiña tuqiru.ব্রেকিং বর্ডাস পুরস্কার একই সাথে গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসি নামক কাজের পরিপূরক। গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসির যাত্রা শুরু ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে।
11Thiyat thiyat sariri payllawixa taqi jaqinakat jist'aratawa, kawkha markataskpasaya.এটি যে কোন সংগঠনের স্বাধীন অভিব্যক্তি প্রকাশ বিষয়ক কার্যক্রমের উপর মনোযোগ প্রদান করে।
12Atipt'irinakaxa wali amuyuninakampi ajllst'ataniwa aka jan ajsarasa arst'asiña tuqita.ব্রেকিং বর্ডাস পুরস্কার সকল জাতির জন্য উন্মুক্ত।
13Mä payllawi 10,000 Dolares qullqi tuqiwa payllt'atani aka kimsiri lurawinakana:স্বাধীন অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তাদের মধ্য থেকে একদল বিচারক বিজয়ীদের নির্ধারণ করবেন।
141. Nayrar sartayäwi, churataniwa mä qillqtir jaqiru sartyañataki aka jan axsaras arst'asiña tuqita, ukjamaraki yanapt'aña turkakipawinakaru aka mark apnaqañanakaru.এই পুরস্কারের ক্ষেত্রে তিনটি বিভাগ রয়েছে, প্রত্যেকটি বিভাগের জন্য আলাদাভাবে ১০,০০০ মার্কিন ডলার পুরস্কার রয়েছে:
15১. এ্যাডভোকেসি বা কারো পক্ষ অবলম্বন করে বলা; সেই সমস্ত অ্যাক্টিভিস্ট বা দলকে এই পুরস্কার প্রদান করা হবে, যে বা যারা অনলাইনের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা বা রাজনৈতিক পরিবর্তনের পক্ষে প্রচারণা চালাচ্ছে।
16২. টেকনোলজি বা প্রযুক্তির বিকাশ ঘটানো; সেই সমস্ত ব্যক্তি বা দলকে এই পুরস্কার প্রদান করা হবে, যে বা যারা স্বাধীন অভিব্যক্তি প্রকাশ এবং তথ্য অধিকারে প্রবেশের সুযোগ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপাদান বা যন্ত্র তৈরি করছে।
172. Jichha päch luratanaka, churataniwa mä qillqtir lurawinak uñstayir jaqiru, jan axsaras arst'asiñataki ukjamaraki jach'aptayañapa yatiyawinak ullarañ tuqi.৩ পলিসি বা নীতি নির্ধারণের উপাদান তৈরি; এই পুরস্কার নীতি নির্ধারককে প্রদান করা হবে।
183. Marka Apnaqawi, churataniwa mä mark apnaqiriru, khititix aka kasta qillqt'awi sartayapki ukaru.সরকারি কর্তৃপক্ষ বা বেসরকারী নেতৃবৃন্দ যারা এই খাতে উল্লেখযোগ্য অবদান রাখছে তাদের জন্য এই পুরস্কার।
19Aka thiyat thiyat payllawi chhixllt'atasti uñicht'ayatawa http://www.breakingborders.net ukatja jist'antasjaniwa a 15ni febrero phaxsi saraqataru aka 2004ni mararuব্রেকিং বর্ডাস পুরস্কারের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে- http://www.breakingborders.net (এইচটিটিপি://ডাব্লিউডব্লিউডাব্লিউ. ব্রেকিংবর্ডাস.
20নেট)-এ, এবং মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারী, ২০১০।