# | aym | ben |
---|
1 | Africanos markachirinakax janiw kuna sustjatapkisa akhan ebola usu uñstatapatxa ukat aka uraqpacharuw khitinakapxis uk amtayanipxi | ইবোলা ছড়িয়ে পরা সত্ত্বেও পশ্চিম আফ্রিকানরা চুপচাপ আছেন এবং বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন তাদের দৃঢ়তা |
2 | Captura de pantalla de “Ébola: Un poema para los vivos,” YouTube. | “ইবোলাঃ জীবিতদের জন্য একটি কবিতা”, ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট। |
3 | Aka ébola usun jaqi jiwayatanakaxaka ebola usux walja markachirinakaruw jan walt'ayi Jak'achasiw 5,000, ukharu ukatx 10,000 ukhanirakiw aka ébola usun katutanakax yatisi, jilpachaniw oeste de africa tuqitapxi, jupanakax wali ch'amampiw aka usx pasakipapxi. | এখনও পর্যন্ত ইবোলা ভাইরাসে প্রায় ৫ হাজার লোকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং আরও কমপক্ষে ১০ হাজার লোক আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে পশ্চিম আফ্রিকার অনেকেই নতুন প্রচার মাধ্যমের শক্তিকে ব্যবহার করছেন। |
4 | Mayni amuyt'awix akarakiwa Alerta ébola en Nigeria: | এ ধরনের একটি উদ্যোগ হচ্ছে নাইজেরিয়াতে “ইবোলা সতর্কতা“ঃ |
5 | | ইবোলাসতর্কতা (ইবোলাআলারট) হচ্ছে ইবোলা ভাইরাস সৃষ্ট রোগ নিরাময় করতে কাজ করা একদল পেশাদার স্বেচ্ছাসেবক পরিচালিত একটি প্রমাণ চালিত দল। |
6 | Ebolax mä tamawa akasti yatxatatanakatak yantawiwa jupanakax irnaqapxiw kunjams ébola usx qullaqapxaspa. | এটি মূলত ডাক্তাররা শুরু করেছেন। তবে জীবনের বিভিন্ন ধাপে কাজ করা অন্যান্য পেশাতে সক্রিয় অংশগ্রহণকারীরাও এতে যোগ দিয়েছেন। |
7 | | ইবোলা সম্পর্কিত প্রতিদিনকার বিভিন্ন খবরাখবর পোস্ট করতে এবং বিশেষজ্ঞ এবং সাধারণ জনগণের মাঝে ইবোলা সম্পর্কিত আলাপ আলোচনার আয়োজন করতে উদ্যোক্তারা টুইটার ব্যবহার করছেনঃ |
8 | Aka usux jach'a qullirinakan uñstayatarakiwa ukhamarakiw yaqhachiqat qullirinakax yanapt'apxatana | টুইটারে আমাদের কার্যক্রমগুলো অনুসরণ করে আপনি সকল দরকারি তথ্য নিয়মিত জানতে পাবেন। |
9 | Akham qalltata Twitter yatiyawinak ébolatuqit sapur uñacht'ayañataki ukhamarak mä aruskipañ uñstayañ aka ébolatuqit wali yatxatatanakataki ukatx taqi markachirinakataki. | প্রতিদিন সকাল ৭ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত #ইবোলাসংবাদ হ্যাশট্যাগে কিছু বিশেষ কার্যক্রম নিয়ে নিয়মিত পোস্ট করা হয়। |
10 | | এমন একটি সাইট হচ্ছে #ইবোলাবিজ্ঞান, যেখানে ইবোলা সংক্রান্ত যেকোন বিভ্রান্তিকর ইস্যু জানানো এবং পরিষ্কারভাবে বুঝিয়ে বলা হয়। |
11 | Jumax ébolatuqit yatiñatakix Twittertuqin juk'amp yatxatasma. | টুইটারে #ইবোলাচ্যাট হ্যাশট্যাগে আলোচনা চলছে। |
12 | Sapur ébolatuqita yatiyawinakax 7AM ukhamarak 8AM uka pacharuniwa aksa Africa occidentaltuqita #EbolaScience (Ciencia del ébola) akanwa ébolatuqit juk'amp yatiyatäni . | এখানে সারা বিশ্বের বিশেষজ্ঞরা বাছাইকৃত বিষয় নিয়ে সাধারণ জনগণের সাথে আলোচনা করতে উপস্থিত থাকেন। আপনি ভাবতেও পারবেন না #ইবোলাচ্যাট অধিবেশনে কত কত বিষয়ে আলোচনা হয়ে থাকে। |
13 | Internettuqin aruskipawinakax mä tantachasiwikasphas ukhamaw twittertuqina uksatuqinx jikxatasipxiw wali yatxatat jaqinaka, jupanakax kuna jan walt'awinakats aruskipt'apxasphawa. | ইবোলা সংক্রান্ত কলঙ্ক চিহ্নের বিরুদ্ধে যুদ্ধ করতে সিয়েরা লিওনের হান্নাহ ফুল্লাহ ফেসবুক ব্যবহার করছেন। |
14 | Utjawanw aka chattuqix ébola usut aruskipt'awi . Sierra Leona, Hannah Foullah Facebooktuqiw ébola usutx wal aruskipataski. | তিনি “দেশের জন্য সৌন্দর্যঃ আমি ১০০ শত ভাগ সিয়েরা লিওনিয়ান, কোন ভাইরাস নই” শিরোনামে একটি প্রচারাভিযানের নেতৃত্ব দিচ্ছেন। |
15 | Jupa kullakax Paris markan suma sartasiwip nayraqatar sarantayaski. | সতীর্থ নাগরিক এলভিনাহ আদে জনসন এবং হাজা মারিয়াতু থমাস এ কাজে তাঁর সাথে আছেন। |
16 | | বিবিসি আফ্রিকার ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ‘তে ফুল্লাহ বলেছেন, প্রচারাভিযানটির লক্ষ্য হচ্ছে আরও একবার সিয়েরা লিওনিয়ানদের পরিচয় দৃঢ়তার সাথে প্রকাশ করা। |
17 | Jupax 100% sierraleonesatwa sarakiwa, janiw mä usukaspati, markachirjamax Elvinah Ade Johnson y Haja Mariatu Thomas. | “দেশের জন্য সৌন্দর্য” প্রচারাভিযানের ফেসবুক পেজটিতে যেসব ছবি পোস্ট করা হয়েছে সেগুলোর কয়েকটি নিচে দেয়া হয়েছেঃ |
18 | Mä lurawinx video Africano tilivisiontuqir BBC ukhamarak you Tubetuqir apkatata, Foullah jupax identidad sierraleonesa kawkhats juti uk yatiyañ munaraki. | দেশের জন্য সৌন্দর্য ছবিগুলো হান্নাহ ফুল্লাহর ফেসবুক পাতায় পোস্ট করা হয়েছে। |
19 | Aka qhiparux Facebooktuqinx mä qawqha jamuqanakaw uñacht'ayatani “Paris markan suma untasiwipa”: | সংযুক্ত পদ্ধতিগত যোগাযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের নাশভিলে ভিত্তিক একটি সংস্থা। |
20 | aka jamuqax facebooktuqin parís markan suna uñtasitap apaqt'atarakiwa, aka kullakana Hannah Foullah. . EE. | একটি অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে সংস্থাটি চকোলেট মুজ প্রচার মাধ্যম এবং আইহিডের সাথে যৌথভাবে কাজ করছে। |
21 | | ভিডিওটির নাম “ইবোলাঃ জীবিতদের জন্য একটি কবিতা”। |
22 | UU jach'a markanx tantachasiwatanwa aka sede Nashville United Methodist Communications ha colaborado con Chocolate Moose Media e iHeed para crear Mä video sarantaskakiñataki , “Ébola: ebola mä chapar aru aka pachan jakirinakataki, akax Africa occidental markankirinakas kunjams ébola usx tukjapxasp uk yanapt'añatakiwa, aka videox ukhamarakiw kunjams ébola jan saratataspa uk jarkt'añatakiwa. | ইবোলা কীভাবে ছড়াচ্ছে সে সম্পর্কে পশ্চিম আফ্রিকাতে প্রাচীনকাল থেকে চলে আসা যেসব কুসংস্কার আছে সেসব দূর করতে ভিডিওটি ব্যবহার করা হয়েছে। রোগটি ছড়িয়ে পরা প্রতিরোধ করার বিভিন্ন উপায়ও এই ভিডিও থেকে জানা যাবে। |
23 | Akham amuykipirinakax amuykipasipkarakiw aka dibujos animados ukanak walja arunakar jaqukipaña aka oeste de África uksatuqitaki. | অ্যানিমেটেড কার্টুনটি পশ্চিম আফ্রিকার বিভিন্ন ভাষায় ভাষান্তরিত করার একটি পরিকল্পনাও দলটি হাতে নিয়েছে। |