Sentence alignment for gv-aym-20150521-7190.xml (html) - gv-ben-20150530-48840.xml (html)

#aymben
1“Usur atipjas jakirinaka” Cuba markana: Mä aski qillqäwiএইডস, ভালোবাসা এবং বেঁচে থাকার একটি কিউবান গল্প
2Yohandra, sentada, y Gerson son de las pocas personas que conservan memorias del sanatorio de Pinar del Río en Cuba.কিউবার পিনার ডেল রিও হাসপাতালের স্মৃতি আঁকড়ে ধরে যে অল্প কয়েকজন বেঁচে আছেন তাদের মাঝে ইয়োহান্ড্রা (উপবিষ্ট) এবং গারসন অন্যতম।
3Entre ambos lograron rescatar los expedientes médicos de varios pacientes que murieron, muchos de ellos sus amigos.সেখানে যে রোগীরা মৃত্যু বরণ করেছেন তাদের কয়েকজনের চিকিৎসা সংক্রান্ত ফাইলগুলো তারা দুইজন উদ্ধার করতে সক্ষম হয়েছেন। যারা মারা গেছেন তাদের অনেকেই তাদের বন্ধু ছিলেন।
4Foto Radio Ambulante.ছবিঃ বেতার এ্যাম্বুলান্তে
5Pinar del Rio uka qullayasiñ uta Cuba markan lurañx Yohandra warmimp Gerson tatampikiw amtxapxi.গারসন এবং ইয়োহান্ড্রা দুইজন কিউবান ‘ফ্রিক্স' (স্প্যানিশ ভাষায় ফ্রিকিস) নামে পরিচিত সঙ্গীত দলের সদস্য।
6Uka pani jaqinakaw expedientes médicos jiqhatawayapxi walja jiwir jaqinakankiri, masipanakat kuna.দলটি ১৯৮০ এবং ৯০ এর দশকে রক এবং হেবি মেটাল সঙ্গীতের প্রতি বেশ অনুরাগী ছিল।
7Jamuqa Radio Ambulante. Gerson-amp Yohandra-mpix frikis ukham uñt'atänawa: jupanakax rock jaylliwin arkirinakapawa.‘ফ্রিক্স'দের কাছে রক সঙ্গীত যেন বিনোদনের চেয়েও বেশী কিছু; যেকোন ধর্মের মতো এক ধরণের জীবনধারা।
8Frikis uka tamatakix rock jaylliwix janiw kusist'añatakikiti , jan ukastï mä kast jakäwiwa, mä religionakaspas ukhama.সেই প্রজন্মের ধারক হিসেবে এখনও বেঁচে থাকা সামান্য কয়েক জনের মধ্যে গারসন এবং ইয়োহান্ড্রা অন্যতম। তারা কিউবার পিনার ডেল রিও প্রদেশে বাস করেন।
9Gersonamp Yohandra-mpikiw jakxapxi.সেখানে এক সময় একটি হাসপাতাল ছিল।
10Jupanakax provincia cubana de Pinar del Rio kawkhantix nayrax qullayasiñ utax jikqhataskän uksan jakapxi, VIH/SIDA usu qullañataki kimsaqallq tunka, ukhamarak llätunk tunka maranakana.আশি এবং নব্বইয়ের দশকে এইচআইভি/ এইডসের মহামারী আকারে বিস্তার রোধ করাই ছিল ঐ হাসপাতালটির মূল লক্ষ্য। সেখানে এখন শুধুই ধ্বংসাবশেষ।
11Uka qullayasiñ utäkan ukhanx laqaya, expediente ukat paninin amtäwipampikiw utxi.চিকিৎসা সংক্রান্ত ফাইলগুলো তারা শুধু সংরক্ষণ করতে সক্ষম হয়েছেন এবং তাদের স্মৃতিগুলোই কেবল বেঁচে রয়েছে।
12Ukhamaw yanapasiñax qalltsi Global Voices ukamp Radio Ambulante-mpi , ukax español aru parlirinakaruw yatiyi, ukhamarak Estados Unidos markarus yatiyarakiwa.এর মাধ্যমে গ্লোবাল ভয়েসেস এবং বেতার এ্যাম্বুলান্তের মাঝে আমরা একটি নতুন সহযোগীতাপূর্ণ সম্পর্কের সূচনা করেছি।
13Global Voices ukan Luis Trelles (@cu_bata) qillqirix yatiyiwa”“Jakapachatanakata frikis, kawknirinakatix Pinar del Rio qullayasiñ utan jakapkana.মার্কিন যুক্তরাষ্ট্র সহ স্প্যানিশ ভাষাভাষী লোকজন যেসব দেশে বাস করেন, সেসব দেশ থেকে বেতার এ্যাম্বুলান্তের বিভিন্ন বেতার গল্প প্রযোজনা করে থাকে।
14Cuba markanx, walja frikis sas uñt'atanakaw SIDA usumpiw piykatayasipxatayna, suma jakañas uka qullayasiñ utanx utjkaspa ukhama :গ্লোবাল ভয়েসেস লেখক এবং রেডিও এ্যাম্বুলান্তের প্রতিবেদক লুইস ট্রেলেস (@সিইউ_বাটা) আমাদের জন্য “বেঁচে যাওয়া ব্যক্তি” নামে একটি গল্প নিয়ে এসেছেন।
15Gerson: jaqinakax usutañ munapxana ukhamat jan callen jakañataki, ñakijay jupanakax qullayasiñ utar sarapchinaxa inak taqi kun katuqiri, ukampirus kunas inakiw churasïna.পিনার ডেল রিও হাসপাতালের “‘ফ্রিক্স”দের নিয়ে গল্পটির কাহিনী গড়ে উঠেছে। কিউবাতে বিশেষকালে অনেক “ফ্রিক্স” এইডসে আক্রান্ত হয়ে পড়েছিলেন।
16Ukampirus jan SIDA usu uñt'atapatx uka pachanakanx walja jaqinakaw jiwarawayi:যে জীবনাচরণকে তারা উন্নত বলে মনে করতেন, সেই জীবন যাপন করতে গিয়েই তারা এইডসে আক্রান্ত হয়েছিলেনঃ
17Narrador: waljaniw usump apkatat utjäna, janirakiw uka usu tuqitx yatipkänti.গারসনঃ রাস্তায় বাস করার পূর্বে, মানুষ অসুস্থ হতে বেশি পছন্দ করত।
18কারণ, এর ফলে তাঁরা এখানে আসতে এবং সবকিছু পেতে পারত - এবং এখানে সবকিছু বিনামূল্যে পাওয়া যেত - যে বিষয়টি সবচেয়ে বেশি মানুষকে প্রভাবিত করত তা হলঃ এখানে বিনামূল্যে সব পাওয়া যেত, অনেকটা উপহারের মতো।
19যাইহোক, সে সময় এইডস সম্পর্কে জ্ঞানের অভাব থাকায় অনেক মানুষকে তাদের জীবন হারাতে হয়েছেঃ
20Markanx uka usut kunjams apkatasipx ukatx janiw arsupkänti.বর্ননাকারীঃ কিন্তু এই ভাইরাস সম্পর্কে তখন কোন তথ্যই ছিল না।
21Kawkir frikinakatix janchir junt'asipkanx ukanakax chachakamakinwa, ukat janirakiw yaqhar apkatatapx yatipkänti.মানুষ এখনো এই মহামারী রোগটি সম্পর্কে খোলাখুলি ভাবে কথা বলেন না। কিভাবে রোগটি ছড়ায় সে সম্পর্কেও কথা বলা হয় না।
22“ফ্রিক্সরা” যারা নিজেরা ইঞ্জেকশনের মাধ্যমে মাদক সেবন করতেন, তাদের বেশিরভাগই পুরুষ ছিলেন; তারা জানতেন না যে যৌন সংস্পর্শের মাধ্যমে অন্যদের মাঝে রোগটি সংক্রমিত হতে পারে।
23Jichhax arunak akham ist'arakisma:সম্পূর্ণ গল্পটি এখানে স্প্যানিশ ভাষায় শুনতে পাবেনঃ
24এবং স্প্যানিশ ভাষার গল্পটি ইংরেজি ভাষান্তর সহ ইউটিউবে দেখতে পাবেনঃ