Sentence alignment for gv-aym-20111120-3091.xml (html) - gv-ben-20111114-21246.xml (html)

#aymben
1Tunisia: Jach'unakax Ch'amampiw Anti-Capitalism Arsurinakar Chhukkhayiতিউনিশিয়াঃ পুলিশ নির্মম ভাবে পুঁজিবাদ বিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে
2Aka qilqt'atax Tunisia Revolution 2011 irnaqäwisankaskiwa .এই পোস্টটি তিউনিশিয়া বিপ্লব ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3সারা বিশ্বে যে অকুপাই মুভমেন্ট নামক আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে, মূলত সেই অকুপাই ওয়াল স্ট্রীট এবং সারা বিশ্বের এক সম্মিলিত আন্দোলন অকুপাই দি ওয়ার্ল্ড অন ১১/১১/১১ নামক আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিউনিশিয়ার শত শত পুঁজিবাদ বিরোধী নাগরিক ১১ নভেম্বর #অকুপাইতিউনিশ নামক আন্দোলনের অংশ হিসেবে রাস্তায় স্লোগান দিতে থাকে।
4Aka uraqpachan unxtasïwinakax nayraruw apasiski, askpachapinix Occupy Wall Street-san unxtasipxi, Occupy the World on 11.11.11, ukat patakanakaw anti-capitalism qilqatanak aptasin thakhinakankawäpxi.#অকুপাইতিউনিশ নামক আন্দোলন রাজধানী তিউনিশের মূলকেন্দ্রে মানবাধিকার স্কোয়ারে অনুষ্ঠিত হয়। এই এলাকায মূলত অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলো একে অন্যের সাথে ঘেঁষাঘেঁষি করে অবস্থান করছে।
5#occupytunis.রাজধানীর কেন্দ্রস্থলে বিক্ষোভ।
6ছবি নাসের তালালের, এটি সে তার ফেসবুকে প্রদর্শন করেছে।
7উপকূলীয় শহর সোউসেতে- এক ছোট্ট জমায়েত।
8#Jach'a markan Plaza de los derechos Humanos-an OccupyTunis-ax apasiwayi, kawkhanti qulq mayt'añ utaninakamp wankunakampix mayachthapisipxiwa.ছবি মোওজানদিন মেন আজলি তৌনেস-এর ফেসবুকের পাতা থেকে নেওয়া। ডেজারবা দক্ষিণ তিউনিশিয়ার এক শহর এবং সোউসে হচ্ছে এক উপকূলীয় শহর।
9Djerba, Tunísia aynachana, ukat Sousse mä jach'a lamar quta thiyankir marka, ukjamarakiw anti-capitalism ch'axwäwinak uñjawayi;ukampins aka unxtasïwix Túnez markan nayrar apasiwayi, kawkiriruti wal yäqapxana, kunatti sinti jach'änwa, ukat palla pall ch'amampiw tuküwayi.এই দুটি শহরেও পুঁজিবাদ বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তবে রাজধানী তিউনিসে যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে তা অনেক বেশী মনোযোগ এক আকর্ষণ করেছে, কারণ এটি ছিল সবচেয়ে বড় বিক্ষোভ এবং পুলিশের সাথে সংঘর্ষের মধ্যে দিয়ে এর পরিসমাপ্তি ঘটে।
10Amazigh Forever arst'iwa:আমাজিঘ ফরএভার টুইট করেছে:
11#অকুপাইতিউনিশ; তিউনিশ এবং ডেজেরবাতে বিক্ষোভকারী সমাবেত হয়েছে, এখানে তারা এই বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছে যে কেবল রাজনীতি স্বাধীনতার শত্রু নয়, অর্থনীতিও স্বাধীনতার শত্রু।
12OccupyTúnez: Antutäw jan munirinakax janiw pulitikakïkiti, jan ukax ikunumik kunarakiwa, uk amtayañatakiw Túnez-ampin Djerba-mpin unxtasïwinakax nayrar apasiwayi.এই বিক্ষোভ সমাবেশে তারা “পুঁজিবাদকে না বলুন”, “এখনই প্রতিরোধ গড়ে তুলুন”, “আইএমএফ এ দেশ ছেড়ে চলে যাও” , “ মার্ক্স ঠিক বলেছেন”, এই সমস্ত স্লোগান প্রদান করে।
13”Jan Capitalism-uru”, ”Jichh Saykatañäni”, ”IMF Sarxpana” ukat ”Marx-ax wali amuyunïnwa” ukjam qilqsutanakaw jupanakan aptatäna.নীচের ইউটিউব ভিডিওতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা স্কোয়ারে সমবেত হবার আগে কেন্দ্রস্থলে দিকে রওনা দিচ্ছে।
14Jutïr YouTube wiriyux(video) markan arsusirinakaruw unxtaskir janïr plaza-r purkipan uñicht'ayi, kawkhanti mä juk'ampxarux jupanakax “Jaqix manunchjasïw jan utxañap muni,” ukat “Irnaqäwi”, ukat “Jan manunchjasïwiru”, jach'at arsusaw tantachasiwapxi.”পরে তারা এই স্কোয়ারে সমাবেত হয়ে স্লোগান দেয়, “ জনতা ঋণের শেষ দেখতে চায়”, তারা মূলত তিউনিশিয়ার গ্রহণ করা ঋণের ব্যাপারটি উল্লেখ করে এই স্লোগান দেয়। এর সাথে তারা স্লোগান দেয়, “জনতা ওয়াল স্ট্রিটের পতন দেখতে চায় এবং কর্মসংস্থান, স্বাধীনতাকে হ্যাঁ বলুন, এবং ঋণ গ্রহণকে না বলুন”।
15#Kunawsati jach'unakax unxtasirinakar chhukhjayañtak jak'achasipxanxa, OccupyTúnez-ankirinakax wal thuqhtasipxäna.#অকুপাইতিউনিশ নামক বিক্ষোভ এক সময় সংঘর্ষে পরিণত হয়, যখন পুলিশ এই সমাবেশকে ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়।
16Yatiyäwinakax jawq'añ lawasa, gas lakrimujinus ukat katjatanakat kun utjawayi. Ninkharakiw markan pallapallanakar mä pä patak arsusirinakar arkjir uñjta.সামাজিক প্রচার মাধ্যমের সংবাদ অনুসারে, পুলিশে সে সময় লাঠি এবং কাঁদানে গ্যাসের ব্যবহার করে, এবং সব শেষে তারা বিক্ষোভকারীদের গ্রেফতার করে।
17@beirutelabdi: The protest Occupy Tunis ended with oppressing protesters with batons and tear gas Occupy Túnez unxtasïwix jan walt'äwinakampiw tuküwayi.@কেফতেজি: আমি তিউনিশের কেন্দ্রস্থলে দাঙ্গা দমনকারী উপাদান হাতে পুলিশকে প্রায় ২০০ জন #অকুপাইতিউনিশ নামক বিক্ষোভকারীদের তাড়া করতে দেখেছি।
18@beirutelabdi: There are reports that some young people who took part in Occupy Tunis were arrested.#ওডাব্লিউএস #অকুপাইতিউনিস @বেইরুতএলআবদি: অকুপাইতিউনিশ নামক বিক্ষোভ শেষ পর্যন্ত পুলিশের লাঠি এবং কাঁদানে গ্যাসের মাধ্যমে ছত্রভঙ্গ করা হয়।
19Yatiyäwinakax utjiw kunati yaqhiph wayn tawaqunakax khitinakati Occupy Túnez-ankapkänx katjasiwäxapxiwa.@বেইরুতএলআবদি : এমন সংবাদ রয়েছে যে অকুপাই তিউনিশ নামক বিক্ষোভে অংশগ্রহণকারী কয়েকজন যুবককে গ্রেফতার করা হয়েছে।
20@Tunisia_Live: Police got violent earlier but now the protest is going smoothly#Tunis #Tunisia #OccupyTunis #OccupyWallStreet@তিউনিশ _লাইভ : শুরুতে পুলিশ প্রতিবাদকারীদের উপর হামলা চালিয়েছিল, কিন্তু এখন বিক্ষোভ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে।
21Qalltan jach'unakaw phiñasipxäna, ukampins jichhax unxtasïwix walikiw saraski.#তিউনিস#তিউনিশিয়া#অকুপাইওয়ালস্ট্রিট,
22Ukampins arsusirinakax juk'anikipxänwa, walja jach'unakax janiw jan uñjatapkänti:তিউনিশে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ঘটেছে।
23@Liliopatra: La police a dispersé tout le monde… #occypyTunis #Tunisieছবি সবারিনা বেলখুজার, তাঁর ফেসবুকের পাতা থেকে নেওয়া।
24Pallapallanakax taqpachaniruw chhukhäwapxi… @MedAliSouissi: il parait bien que #OccupyTunis a été Occupied by la police #Tunisia #Occupationযদিও বিক্ষোভকারীরা সংখ্যা স্বল্প, কিন্তু বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি সবার নজর এড়িয়ে যায়নি:
25#OccupyTúnez-ax jach'unak mayjtakxamakiw amuyasi.পুলিশ সকল বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়……
26Tunecin sum uñt'at yatiyirinakax janiw #occupytúnez-arux yäqapkanti, yaqhiph yatiyir qilqt'at pankanakkiw Intirnitan ist'apxäna.দেখে মনে হচ্ছে #অকুপাইতিউনিশ পুলিশের দ্বারা দখল হয়ে গেছে। তিউনিশিয়ার মূল ধারার প্রচার মাধ্যম #অকুপাইতিউনিশের সংবাদ তেমন একটা প্রচার করেনি।
27Sakiñäni, markachirin tiliwisynapax janiw taqi jan walt'äwinakat yatt'aykänti.তবে এর মধ্যে ব্যতিক্রম ছিল কযেকটি অনলাইন ম্যাগাজিন।
28Hichem Jawadi sistuwa: Aucun mot au JTV #TTN sur #OccupyTunis et l'intervention violente des forces de l'ordre!যেমন রাষ্ট্রীয় টেলিভিশন এই বিক্ষোভের ঘটনার উপর কোন সংবাদ প্রকাশ করেনি, অথবা বিক্ষোভ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ যে সমস্ত উপাদান ব্যবহার করেছে, সে বিষয়ে কোন সংবাদ প্রদান করেনি।
29Not a single word on the news of State TV on #OccupyTunis and the brutal intervention of the security forces!হিশাম জাওয়াদি টুইট করেছে #অকুপাইতিউনিশ অথবা পুলিশের নির্মম হামলার বিষযে রাষ্ট্রীয় টেলিভিশনে একটি শব্দ উচ্চারণ করা হয়নি
30Janiw mä arus jach'unakan OccupyTúnez uñxtasïwir ch'amamp chhukhayatapatx utjkiti.
31Jan mä ars jaqir yatiyirinakax jan walt'äwinaktuqit sapxatapatxa, yaqhipanakax suma amtäwkamak Occupy Túnez-at amtapxani.প্রচার মাধ্যমে কোন সংবাদ না প্রকাশিত না হওয়া এবং এই হামলা সত্ত্বেও, কেউ কেউ #অকুপাইতিউনিশের ইতিবাচক স্মৃতিতে উত্সাহিত।
32Khalil Chatewi akjam arsu:খালিল চাটউয়ি টুইট করেছে
33Occupy Tunis : j'y étais c'était magnifique #occupytunis
34Occupy Tunis: I was there, it was amazingঅকুপাইতিউনিশ, আমি এই বিক্ষোভে উপস্থিত ছিলাম।
35Occupy Túnez: Nayax ukjankayatwa, muspaykirinwa.এটা একটা দারুণ ব্যাপার ছিল।
36Aka qilqt'ataxTunisia Revolution 2011 irnaqäwisankaskiwa..