Sentence alignment for gv-aym-20150721-7335.xml (html) - gv-ben-20150621-49267.xml (html)

#aymben
1Bangladesh markarux jallupachax puriniwa, p’iqi usu ukatx jiwa jamuqanak apanisaw kusisiবৃষ্টি ও জলাবদ্ধতা নিয়ে বাংলাদেশ বর্ষাকালকে স্বাগত জানালো
2Bangladesh tatax walisun jallur katuqt'awayi suma intitat junt'utatankipana.তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি।
3Reza Suman jamuqanaka.ছবি তুলেছেন রিয়াজ সুমন।
4Demotix jupa tatan apst'atawa(15/06/2015).স্বত্ত্ব: ডেমোটিক্স (১৫/০৬/২০১৫)
5কোথাও এক হাঁটু পানি, কোথাও ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় পড়ে আছে গাড়ি, কোথাও অসহনীয় যানজট।
6Kawkhans maynix qunqurkam umanx jikxatasinxa, mä k'añaskuw chica jach'a thakinx muturat jan walt'at jikxatasinxa ukatx k'añaskunakax sayantawapxarakinxa jani markachirinakar jank'ak sartayasa.এরমধ্যে অবিরাম বর্ষণ তো চলছেই। এভাবেই বৃষ্টি ও জলাবদ্ধতার মাধ্যমে বর্ষাকে স্বাগত জানালো বাংলাদেশের রাজধানী ঢাকার মানুষ।
7Aka maranx Bangladesh jilatax wali chuyma phuqt'ataw Mozon jallu qallt katuqt'ana, kunapachatix wal jalluntaninxa ukhax mä saririnakax ch'usapuniw tapantasinxa ukhax thakhinakas jawiraruw tukunxa.গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবাই গরমে অতিষ্ঠ হয়ে তাপমাত্রার ‘ফিল লাইক' কত তার পোস্ট দিচ্ছিলেন। তখনই বৃষ্টি নামলো ঝমঝমিয়ে।
8Akham laphaq phaxsinkasin lupinkasinxa jan walinak aka jakawin lurapxatayna, Facebooktuqinkirinakax pachatuqit arusiwapxatayna.আর এর মধ্যে দিয়ে সূচনা ঘটলো বর্ষাকালের। ষড়ঋতু'র দেশ বাংলাদেশ।
9Akham paskipan Mozón purintanirakitana ukhamata sum lupt'anitas ch'us ch'aranjatarakixanxa.এর একটি ঋতু বর্ষা। আষাঢ় ও শ্রাবণ মাস মিলে যার ব্যাপ্তি (মধ্য জুন থেকে মধ্য আগস্ট)।
10Bangladesh uka markaxa paqall pachaniwa. Barsha (jallupacha) ONU 2014 ukatuqina.এ সময়ে মৌসুমী বায়ুর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়।
11উল্লেখ্য, বাংলাদেশের বার্ষিক মোট বৃষ্টিপাতের ৮০ শতাংশ হয় বর্ষাকালে।
12সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষাকে স্বাগত জানানোর পাশাপাশি এর নিন্দেমন্দ কম হচ্ছে না।
13কারণ জলাবদ্ধতা বিশ্বের ১১তম জনবহুল এই দেশ কর্মব্যস্ত নাগরিক জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
14Yatiyawinak yatiyiri Probhash Amin qillqata:রাস্তায় পানি জমে গেছে।
15সাংবাদিক প্রভাষ আমিন বর্ষা বন্দনার পাশাপাশি এর দুর্ভোগের দিকটাও তুলে ধরেছেন:
16Jallux sumpun chuym qanarayitu.বৃষ্টি আমার খুব প্রিয়।
17Nayarux walpin alwanakax munasitux jurinakan ukhamarak jalisun ch'uxñataypinakan sarnaqaña.বিশেষ করে বৃষ্টি ভেজা সকালে ঘুরে বেড়াতে ভালো লাগে।
18Awisanakax sarnaqawisarux jallux janiw walt'aykiti.বৃষ্টি ভেজা সকালটা সবুজের সাথে কাটাতে ভালো লাগে।
19আমি জানি বৃষ্টি হলে অনেক মানুষের অনেক অসুবিধা হয়, যেমন সকালে প্রসূনকে স্কুলে দিতে গিয়ে আমাকেও ভোগান্তিতে পড়তে হয়েছে।
20Jichharmantix ukhamarakiw jan walt'aykitanti kunapachatix jisk'a Proshun wawax yatiqañ utar irpkayat ukhaxa.সকালের বৃষ্টি স্কুল আর অফিসগামী মানুষকে চরম দুর্ভোগে ফেলে।
21Alwanakax aka jallux yatiqirinakaruw ukhamarakiw oficinanakan irnaqapki jupanakaruw jan walt'aykarakiti . khitinakatix kallinakan jakapk pupanakatakix janiw t'aqhisiñax tukuskiti.আর খোলা আকাশের নিচে যাদের বাস, তাদের দুর্ভোগের তো সীমা নেই। […] মুক্তিযোদ্ধা ও অ্যাক্টিভিস্ট আক্কু চৌধুরী লিখেছেন:
22Activista Akku Chowdhury Facebook ukan qillqt'i:কী চমৎকার ভাবেই না বর্ষার সকাল শুরু হলো!
23¡Uru qalltañatakix jali suma jallu!অফিসে যেতে বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় নামলাম।
24¡irnaqawisar kayukiw wakis saraña kunalaykutix thakhinakax jark'antataw jikxatasi ukhamarak aka ministro Bangladesaan purt'anitapata!এখন দেখছি বৃষ্টি ও প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য রাস্তা বন্ধ!
25Mozon put'anitapax suna jakawinak jaytawayi:বর্ষার আগমন নানা বৈচিত্র্যময় ছবির সমাহার ঘটায়ঃ
26akham wal jalluntawinakax Dacca markan khuskhakipuniwa, Bangladesh.বর্ষায় ঢাকার রাস্তায় পানি জমা খুব সাধারণ একটি চিত্র।
27Imágeness SK Hasan Ali.ছবি তুলেছেন এসকে হাসান আলী।
28Demotix jita jamuqiri (11/06/2015).স্বত্ত্ব: ডেমোটিক্স (১১/০৬/২০১৫)
29akham wal jalluntawinakax khuskakipuniw jan walt'awinak callinakanx apani.রাস্তায় পানি জমে থাকার কারণে অহরহ দুর্ঘটনাও ঘটে। ছবি তুলেছেন এসকে হাসান আলী।
30Imágenes de SK Hasan Ali.স্বত্ত্ব: ডেমোটিক্স (১১/০৬/২০১৫)
31Derechos de autor Demotix (11/06/2015).বৃষ্টির কারণে মানুষজন বাইরে কম বের হয়।
32taqi qullqinakaw sayantawayi.তাই দোকানের বেচাকেনা কমে যায়।
33Imágenes de SK Hasan Ali.ছবি তুলেছেন এসকে হাসান আলী।
34Derechos de autor Demotix (11/06/2015).স্বত্ত্ব: ডেমোটিক্স (১১/০৬/২০১৫) তবুও থেমে থাকে না জীবন।
35kunalaykutixnx , akapach jakawix janiw amuyaskiti.যে যার গন্তব্যে ছোটেন।
36Markachirinakax kawkanams atipxi ukhanam sarapxi.ছবি তুলেছেন এসকে হাসান আলী।
37SK Hasan Ali ukan jamuqata.স্বত্ত্ব: ডেমোটিক্স (১৪/০৮/২০১৪)
38Derechos de autor Demotix (14/08/2014).তবে বাংলাদেশে বর্ষার অন্যরূপও আছে।
39Akham jan walt'aw utjipansa monzón jupamp chikx suma uñanaqawi ukhamarakiw utjawinaka. jaqinakax amtawiparjamaw katuqapxi.সেটা উদযাপনের, সাড়ম্বরে বরণ করে নেয়ার। বর্ষার বর্ণিল আয়োজনে আপনাকে স্বাগতম।
40mozon jallur sumapuniw sapa marax katuqata ukatarak mä phunchhawix amtata aka phunchhawix Facultad de Bellas Artes de la Universidad de Dhaka uksan apasi.বর্ষা ঋতুকে স্বাগত জানাতে প্রতিবছর চারুকলা'য় বর্ষা উৎসবের আয়োজন করা হয়। ছবি তুলেছেন রিয়াজসুমন।
41Imagen de Reza Suman.স্বত্ত্ব: ডেমোটিক্স (১৫/০৬/২০১৫)।
42Copyright Demotix (15/06/2015).কয়েকদিনের টানা তাপদাহ।
43La gente da la bienvenida a las lluvias saliendo a las calles.তারপরে আসে স্বস্তির এই বৃষ্টি। তাই তো বৃষ্টিতে শরীর জুড়িয়ে নেন নাগরিক মানুষজন।
44Imagen de Bayejid Akter.ছবি তুলেছেন বায়েজিদ আক্তার।
45Copyright Demotix (28/08/2010).স্বত্ত্ব: ডেমোটিক্স (২৮/০৮/২০১০)।
46¡akham jalluntawix wawanakan jan kutuskir anatawinak apani.শিশুরাও পিছিয়ে নেই।
47Mohammad Asad jupan jamuqata.তারাও নেমে পড়ে নবধারা জলে, ভিজতে।
48Copyright Demotix (23/08/2014).ছবি তুলেছেন মোহাম্মদ আসাদ।
49jallupachan umax jawir lakx phuqharaniwa, ukhatx markachirinakas khahinakanx k'aythuñanakatak sarnaqxapxi.স্বত্ত্ব: ডেমোটিক্স (২৩/০৮/২০১৪) বৃষ্টিতে নদী-নালা পানিতে ভরে যায়।
50Indrajeet Ghosh jupan jamuqata.তখন আয়োজন করা হয় নৌকাবাইচের।
51Copyright Demotix (28/09/2013).ছবি তুলেছেন ইন্দ্রজিৎ ঘোষ।
52Kadam, ukax mä panqarawa jallupachanak uñsti jan ukasti alsu.স্বত্ত্ব: ডেমোটিক্স (২৮/০৯/২০১৩)। কদম ফুল।
53Walja chapar aru ukhamarak arunakas bangladesí ukan aru taypipan aka Kadam panqarjat arsu.বর্ষার ফুল হিসেবে বাংলা সাহিত্যে অনেকটা জায়গা নিয়ে আছে। ছবি তুলেছেন জাকির হোসেন চৌধুরী।
54Zakir Hossain Chowdhuy jamuqapa.স্বত্ত্ব: ডেমোটিক্স (১৮/০৫/২০১৩)
55Copyright Demotix (18/05/2013).বাদল দিনের বিশেষ খাবার।
56Khichuri, challwa llish ukhamaraki k'awna thixi ukanakaw Bangladesi jallupachan payasi.খিচুড়ি, ইলিশ আর ভিম ভূনা। ছবি তুলেছেন মোহাম্মদ আসাদ।
57Mohammad Asad jupan jamuqata.স্বত্ত্ব: ডেমোটিক্স (১৪/০৮/২০১৪)
58Copyright Demotix (14/08/2014).বাংলাদেশের বর্ষা দেখার মতো।
59yaqhachiqat jutirinakatakix monzón Bangladesh ukhan mä suma amtaskañ luräwipuniwa.প্রকৃতির যাওয়ার আকুলতায় তাই তো ঘর ছেড়ে বেরিয়ে পর্যটক।
60Bisnakandi, Sylhet.বিছনাকান্দি, সিলেট।
61Imagen de Anawar Shamim.ছবি তুলেছেন আনোয়ার শামীম।
62Copyright Demotix (06/08/2014).স্বত্ত্ব: ডেমোটিক্স (০৬/০৮/২০১৪)।