Sentence alignment for gv-aym-20110512-1674.xml (html) - gv-ben-20110516-17428.xml (html)

#aymben
1España: Murcia markaruw uraq khathatix jan walt'awayiস্পেনঃ ভূমিকম্প মুরসিয়াকে কাঁপিয়ে দিয়ে গেছে
2España, Lorca, Murcia chiqana, 11ni uru llamayu phaxsitx pä uraq khathatimp jan walt'ayatänwa.স্পেনের মুরসিয়া এলাকার লোরকা নামক শহরটি ১১ মে তারিখে পর পর দুটি ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠে। রিখটার স্কেলে এই দুটি ভূমিকম্প ছিল ৪.
3Uraq khathatiwix 4.5 ukatx 5.1 escala de Richter ukhanwa, ukat anchhitkamax llä tunka jiwatanakaw utjxi, ukat usuchjatanakax niya 300ka ukjawa.১ এবং ৫. ১ মাত্রার, এবং এই দুটি ভূমিকম্প এবং তার পরে সংঘটিত কম্পনের কারণে নয়জন নিহত হয়েছে এবং প্রায় ৩০০ জনের মত ব্যক্তি আহত হয়েছে।
4Waranqa waranqa jan walt'añankirinakaw yaqha chiqanakar jitjtawayjapxi. Murcia markaruw uraq khathatiwix jan walt'awayi.ভূমিকম্পের শিকার হাজার হাজার মানুষ নতুন এলাকায় আশ্রয়ের স্থানান্তর করতে হচ্ছে এবং আশ্রয়ের অনুসন্ধান করছে।
5Lorca markanx jan walt'awin jikjatasirinakax callinakankapxiwa. EFE/Juan Francisco Moreno jupan jamuqata.লোরকার রাস্তায় ভূমিকম্পের শিকার নাগরিকরা, ছবি ইএফই/জুয়ান ফ্রান্সিস্কো মোরেনোর।
6Globovisión bajo Licencia CC.ukarjam waruqata*সিসি লাইসেন্সের অধীনে তা গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে। *
7EFE jupan jamuqata.ছবি ইএফই-এর।
8Globovisión Licencia CC ukarjam waruqata.সিসি লাইসেন্সের অধীনে তা গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে।
9Yanapt'asiwimp chikañcht'asiña “Ciudad del Sol” uka markax Twitter tuqixn jank'akiw uñt'ayapxi, hashtags uka tuqitsa #terremotomurcia , #todosconlorca ukanakax yatiyawinak uka pachparakiw yanapt'asiw uñt'ayañatak apnaqatana.টুইটারে, সুর্যের শহর (কিউদাদ দেল সোল)- এর প্রতি দ্রুত একাত্মতা প্রদর্শন শুরু হয়। #টেরমোটোমোরুচিও এবং #টোডোস্কোনলোরকা হ্যাশট্যাগের অধীনে এই ঘটনা সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়া এবং ঘটনার শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রদর্শন শুরু হয়।
10Facebook ukanx mä cuentaw jist'arasiwayi, Murcia markan uraq khathatiwir Yanapt'äwi ukanx waranqa waranqa yatiyawinakaw utji, ukapachpaw blogs murcianos ukanakanx uñt'ayasiraki María en el Atelier ukana.সমর্থকরা মুরসিয়া ভূমিকম্প পিড়ীত ব্যক্তিদের সর্মথনে ফেসবুকে (আপাইয়ো পর এল টেরেমোটে দে মুরসিয়া) [স্প্যানিশ ভাষায়] নামক পাতা খুলেছে। সেখানে ইতোমধ্যে হাজার হাজার বার্তা এসেছে এবং মুরসিয়ান ব্লগ তাদের বেদনার কথা জানাচ্ছে।
11Destrozos en Lorca, Murcia por el terremoto.যেমন মারিয়া এন এল আটেলিয়ার নামক ব্লগটি [ স্প্যানিশ ভাষায়]।
12Foto de EFE/Juan Francisco Moreno.লোরকার ধ্বংসলীলা, ছবি ইএফই/জুয়ান ফ্রান্সিস্কো মোরেনোর।
13Tomada de Globovisión bajo Licencia CC. *সিসি লাইসেন্সের অধীনে তা গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে। *
14Hubo derrumbes parciales de muchos edificios en Lorca.লোরকার অনেক ভবন আংশিক ভাবে ধ্বংস হয়েছে।
15Foto tomada de Globovisión bajo Licencia CC. *সিসি লাইসেন্সের অধীনে গ্লোবোভিশন থেকে এই ছবি নেওয়া হয়েছে। *
16Foto EFE.ছবি ইএফই-এর।
17Tomado de Globovisión bajo una Licencia CC. *সিসি লাইসেন্সের অধীনে তা গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে। *
18Blog tuqinakanw arsuwinak p'arxtawianak qilqatax utji, jisnaw aka Spain: The Blog tuqina [en], jan ukax kunayma arsuwinaka, aka Akan tomatex utji jas ukjam sutin tuqina, mä aski uñt'awimpi.বিভিন্ন ব্লগ, যেমন স্পেন; দি ব্লগে, ভূমিকম্পের সময় কি ঘটেছে তার হিসাব, পরিসংখ্যান এবং কর্মকর্তাদের প্রতিক্রিয়া রয়েছে, এবং অন্য কিছু ব্লগ যেমন আকি অয়ে টোমাটে-এ, [স্প্যানিশ ভাষায়] এই ঘটনার তাজা সংবাদ রয়েছে, এই বিষয়ে এই ব্লগের বিশেষ পাতা রয়েছে।
19Anatiri Raúl Guevarax uka jakaw markapat kunati makiptki ukwa uñt'aychistu. Ukatx jutïr chhijllawinakatx janipuniw arkiti:ক্রীড়াবিদ রাউল গুয়েভারা এই শহরে বাস করার প্রেক্ষাপটে সে যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তার এবং শহরে যা দেখেছে তা বর্ণনা করছে।
20Kunapachati, partidos politikunakax chhijllawinakatakix jupanakpuraw wali ch'axwapxi atpjasiñataki.সে জানাচ্ছে, আগামী স্থানীয় নির্বাচনের প্রচারণা কথা সে ভুলবে না [স্প্যানিশ ভাষায়]:
21যখন রাজনৈতিক দলগুলো একটা এলাকা শাসন করার জন্য নির্বাচনে জিততে যে ভাবে নিজেদের মধ্যে লড়াই করেছে, তখন পৃথিবী সবার মনোযোগ আকর্ষণ করার জন্য একটা ঝাঁকুনি দিল।
22Pachamamax janiw politikxat amuykiti, nï atpjasiwinakatsa.প্রকৃতি, রাজনীতি বা সেরা হওয়া, কিংবা পরাজয় বোঝে না।
23Un terremoto sacudió a Lorca, Murcia. Foto de EFE/Israel Sánchez.একটি ভূমিকম্প মুরসিয়ালোরকাকে কাঁপিয়ে দিয়ে গেছে, ছবি ইএফই/ইজরায়েল সানচেজের।
24Tomada de Globovisión bajo Licencia CC. *সিসি লাইসেন্স অনুসারে গ্লোবোভিশন থেকে নেওয়া হয়েছে। *
25Akax janiw mayakikiti, politika jakawimp jan walt'awimp Lorca markana.লোরকার বিপর্যয় একমাত্র ঘটনা নয়, যা স্পেনের রাজনৈতিক জীবনের সাথে মিশে যায়।
26Antonio Javier Vicente Gil jupan blogupanxSolo espero que este país solidario, capaz de destinar cientos de millones de euros a las causas más peregrinas, se vuelque en ayudar y en reconstruir, y me refiero al gobierno que nos desgobierna, a ver por donde sale ZP, será digno de ver.এ্যান্টোনিও জ্যাভিয়ার ভিসেন্টে গিল-এর ব্লগ [স্প্যানিশ ভাষায়] আমাদের যৌথ আবেগের মুক্তির বিষয়টি প্রদর্শন করছে এবং ব্লগটি অত্যন্ত গুরুত্বের সাথে স্পেনের বর্তমান সরকারের রাজনীতির কথা বিবেচনা করছে। আমি আশা করছি যে দেশটি একাত্মতা প্রদর্শন করে, যে দেশটি বিচিত্র কারণে শত শত মিলিয়ন ইউরো পাঠাতে পারে, সে দেশটি নিজেকে সাহায্য এবং বিনির্মাণ করার কাজে ঝাঁপিয়ে পড়বে এবং আমি বোঝাতে চাইছি সেই সরকার এই কাজটি করবে, যে আমাদের শাসন করতে ব্যর্থ।
27আসুন আমরা দেখি, জেপি (জাপাতারো) সরকার কোথায় গিয়ে তা শেষ করে, সত্যি তা দেখার যোগ্য।
28Aka yanapt'asir markatx suyt'twa, waranqa waranqa euronak apayañapataki, sañ muntwa, kawkiriti jilïr irpir irptkchistux ZP ukax kawkhsa mistuspa uka uñjañatakix chuymanispatiপ্রথম রাত থেকে যারা মাথার উপর ছাদ ছাড়াই বাস করছে, তাদের কাছে দ্রুত সাহায্য পাঠনোর ব্যবস্থা গ্রহনের অভাবের সমালোচনা করা হচ্ছে, যদিও সরকারি প্রচার মাধ্যম এর বিপরীত সংবাদ প্রদান করেছে।
29Arsuwinakas uka pachparakiw utji, khitinakati nayrïr arumanx jan utan jikjatasipki ukanakar jank'ak yanapt'añapata.“কায়োস এন লা রেড” যেমনটা লিখেছে [স্প্যানিশ ভাষায়]: মাটি কেঁপে উঠেছে।
30Kaos Red tuqinx akjamatw qilqt'i:সবচেয়ে দুর্বল এবং পুরোনো বাড়িগুলো ভেঙ্গে পড়েছে।
31Uraqix khathatiwinxa, nayra utanakaw allthapti.আর যারা সবচেয়ে গরিব, তাদের সামান্য যা ছিল, তা তারা হারিয়েছে।
32সবচেয়ে নাজুক, শ্রমিক; যাদের বেশিরভাগই অভিবাসী, বয়স্ক নাগরিক, তরুণদের এক অনিশ্চিত জীবন তাদের রাস্তায় এনে নামিয়েছে।
33Aynachankirinakanx kawkir yanakapati utjiki ukanakw q'ala chhaqtata.* সকল ছবি গ্লোবোভিশিওন-এর ফ্লিকার একাউন্ট থেকে নেওয়া হয়েছে এবং সিসি লাইসেন্স বাই-এনসি-২.
34Walja irnaqirinaka, yaqha markat jutirinaka, jilïr jilanaka, waynanak kunaw callin jikjatasipxi.০ লাইসেন্সের অধীনে তা পুনরায় প্রকাশ করা হয়েছে। Email
35ukarjamaলিখেছেনAna Lucia Sa
36aঅনুবাদ করেছেন বিজয়