Sentence alignment for gv-aym-20121115-5020.xml (html) - gv-ben-20130827-38487.xml (html)

#aymben
1গুয়াতেমালার হুইতান থেকে ভূমিকম্পের ভবিষ্যৎ ফলাফল নিয়ে ব্লগিং
2Huitán, Guatemala markan uraq khathatiwix utjawayk ukxat qillqt'asaগুয়াতেমালার গ্রামীণ সম্প্রদায় শক্তিশালী ৭.
3Guatemala uksan pata markanakanx uraq khathatiwimpix ancha jan walt'ayataw jikxatasipxi 7.4 ukha ch'amampiw jan walt'ayawatayna costa del Pacífico uksan 7 uru lapaka phaxsin, 2012 marana.৪ মাত্রার ভূমিকম্প দ্বারা গুরুতরভাবে আক্রান্ত হয়, যেটি গত ৭ নভেম্বর, ২০১২ তারিখে দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানে।
4কমিউনিটি লাইব্রেরি মি নুভো মুন্ডো (আমার নতুন বিশ্ব) এর জন্য ব্লগ [স্প্যানিশ ভাষায়] রাইজিং ভয়েসেস প্রকল্প এক্সিলা সিভিক লাইব্রেরীর অনুদানপ্রাপ্ত, যেটি হুইতান গ্রামের কুইটযালটেনাঙ্গো বিভাগের মধ্যে অবস্থিত - গুয়েতেমালার গ্রামীণ এলাকায় বসবাসকারী পরিবারের উপর ভূমিকম্পের প্রভাবের ছবি এবং রিপোর্ট শেয়ার করেছে।
5blog de la Biblioteca Comunitaria Mi Nuevo Mundo - ukax Xela Civic Libraries uka amtar ch'amancht'iriwa [en] Rising Voices jall ukata, Huitán municipion [en] departamento de Quetzaltenango ukan jikxatasi, ukatx Guatemala markan jan walt'añan jikxatsipk ukxatw jamuqanaka uñt'ayi.গত ১০ নভেম্বর তারিখে প্রকাশিত একটি পোস্টে [স্প্যানিশ ভাষায়], কমিউনিটি লাইব্রেরিয়ান রোমান দিয়াজ কাস্তানোন রিপোর্ট করেছেন, বেশ কিছু বাড়ি ধ্বসে গেছে এবং হুইতানের হুইতানসিতো নামক একটি এলাকায় অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছেঃ
610 uru lapaka phaxsin mä entrada del blog ukan bibliotecario de la comunidad Roman Díaz Castañón uka jilax uñt'ayawayi, walja utanakaw allthaptat ukatx walja wila masinakarakiw jan utan jikxatasiwapxi:এই দুর্যোগের কারণে পরিবারগুলো চরম সমস্যায় পড়েছে। তারা চরম দারিদ্র্য এবং একটি ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
7Wila masinakax uka jan walt'aw utjatapatx jachapxiwa, jupanakax pisinkañanw jixtasipxi, janiw instituciones uksanakatx yanapanaka, manq'añanak ukanakax purinkiti, yanap munapta.সাহায্য করুন, যেমন খাদ্য দিয়ে, যেগুলো কোন প্রতিষ্ঠান থেকে এখনও আসেনি। আমাদের আপনার সাহায্যের প্রয়োজন।
8Huitancito ukasan wila masinaka, Huitán, Biblioteca Comunitaria Mi Nuevo Mundo ukan jamuqax apst'atawa.হুইতানের হুইতানসিটো থেকে আসা কিছু পরিবার। ছবিঃ বিব্লিওটেকা কমুনিটেরিয়া ব্লগ
9Huitancito uksan uatax jan walt'ayata, Huitán, blog de la Biblioteca Comunitaria Mi Nuevo Mundo ukan jamuqax apst'atawa .হুইতানের হুইতানসীটোর ভুমিকম্পে বিধ্বস্ত বাড়ি ঘর। ছবিঃ বিব্লিওতেকা কমুনিটেরিয়া ব্লগ
10Huitancito ukan uraq khathat makiptat t'unanaka, Huitán, Biblioteca Comunitaria Mi Nuevo Mundo ukan jamuqax apst'atawa.হুইতানের হুইতানসিটতে ভুমিকম্পের পর রুবেল। ছবিঃ বিব্লিওতেকা কমুনিটারিয়া ব্লগ
11দুই দিন পরে, রোমান উল্লেখ [স্প্যানিশ ভাষায়] করেন, গত রবিবার, ১১ নভেম্বর তারিখে রিকেন ফাউন্ডেশন গুয়েতেমালা এবং কমিউনিটি লাইব্রেরি হুইতানের হুইতানসিতোতে ভূমিকম্প দ্বারা আক্রান্ত দশ পরিবারের মাঝে সাহায্য প্রদান করে।
12Pä uru makiptatsti, Roman jilax yatityiwa willküru 11 uru lapaka phaxsitx Fundación Riecken Guatemala [en] ukat biblioteca de la comunidad ukanakax Huitancito, Huitán markan tunka waranqa wila masiruw yanap purt'ayi.পোস্টটি গ্রামে এখনও খাবার, রান্নাঘরের পাত্র, কম্বল, এবং পাকা ঘরের সাহায্য প্রয়োজন বলে প্রচার করে।
13Uka blog qillqatanx walja wila masiw yanap muni sasin yatiyi, ukampirus manq'aña, phayañ utan yänak ukat uta luraw mayipxi sasina.উপরন্তু, রোমান আরও যোগ করেন যে, ১০০ পরিবার ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয় এবং ২০ টি পরিবার তাদের ঘর হারিয়েছে।
14Roman jilax uñt'ayaskakiwa 100 wila masiw sinti jan walt'añan jikxatasipxi ukatx 20 wila masiw jan utan jikxatasi.হুইতানের হুইতানসিটোর বাসিন্দারা রিকেন গুয়েতেমালা এবং মি নুয়েভা মুন্দো লাইব্রেরি'র ত্রান গ্রহন করছে।
15Huitancito ukan markachirinaka, Huitán ukax Riecken Guatemala ukat Biblioteca Comunitaria Mi Nuevo Mundo ukat yanapanak katuqi, Biblioteca Comunitaria Mi Nuevo Mundo ukan jamuqax apst'atawa.ছবিঃ বিব্লিওটেকা কমুনিটেরিয়া ব্লগ পরের দিন, একটি সংক্ষিপ্ত পোস্ট [স্প্যানিশ ভাষায়] ঘোষণা করে যে, সরকার থেকে সাহায্য আসবে ১২ নভেম্বর তারিখে।
16Uka pachpa uru, mä jisk'a blog qillqatanx uñt'ayiwa gobierno uksat yanapax 12 uru lapaka phaxsit puriski.ব্লগটি খাদ্য ও অন্যান্য সাহায্য বিতরণের বিষয়ে পাঠকদের নিয়মিত অবগত রাখে।
17Blog ukax ullart'irinakaparux yat'ayaskaniwa kunjamas manq'añanakax lakirataski taqi aukanaka.হুইতানের ভূমিকম্প আক্রান্ত স্থানে সরকারি খাবার সহায়তা।
18Gobierno uksatx manq'añanak jan walt'añank uka wila masinakatak puriyi, blog de la Biblioteca Comunitaria Mi Nuevo Mundo satak ukan ajmuqax apst'atawa.ছবিঃ বিবিলোতেকা কমতেরিয়া ব্লগ গুয়াতেমালায় গত ৭ নভেম্বর তারিখ হতে বিভিন্ন ছোট্ট ভূকম্পন সহ গত ১২ নভেম্বরে একটি ৬.
19Guatemala markax 7 urutpach lapaka phaxsin mä 6.5. ukha ch'aman uraq khathatiwin [en] jan walt'ayat jikxatasi.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় পুরো দেশে সরকারী মৃতের সংখ্যা ৪২ জন বলে ঘোষণা দেওয়া হয়।
2042 jiwataw utji.