# | aym | ben |
---|
1 | One Day on Earth: Uraqpachat película colaborativa waraqat uñt'ayapxi | |
2 | Mä jayllintäwit machaq video ukax emisión mundial Global Collaborative: One Day on Earth ukan pelicula, (22n uru qasawi phaxsit, 2012) maran uraqpachan Día de la Tierra amtata. | |
3 | Videox uñt'ayiwa, jayllintirinakaru, chapart'irinakaru 24n pachpachana. | পৃথিবীর একদিন: বিশ্বব্যাপী সহযোগিতামূলক মিউজিক ভিডিও |
4 | One Day on Earth [en] video luratax 10 uru taypi sata phaxsit 2010n maran waraqt'atawa, 3.000 pachanakan uraqpachat may may markanakat apthapt'asa. | পৃথিবী দিবস (২২শে এপ্রিল, ২০১২) উপলক্ষ্যে এই গ্রহটির সর্বত্র বৈশ্বিক সহযোগিতামূলক ফিল্ম ‘পৃথিবীতে একদিন'-এর যে বিশ্বব্যাপী প্রদর্শনী হবে, তার প্রস্তুতি হিসেবে একটি নতুন মিউজিক ভিডিও মুক্তি দেয়া হয়েছে। |
5 | Aka proyección global [en] uka luratax Dia de la Tierra amtañ uru 22n qasawi phaxsit 2012 maran lurasi. | ভিডিওটিতে প্রদর্শিত সঙ্গীতশিল্পী, কবি এবং নর্তকী সবার ১০ই অক্টোবর, ২০১0 তারিখ ২৪ঘণ্টার সময়ের মধ্যে ফিল্মে ধারণ করা হয় যা শৈল্পিকভাবে সম্পাদনা এবং রিমিক্স করেছে কাট কেমিস্ট। |
6 | India, Papua Nueva Guinea, Benín, Burkina Faso, Estados Unidos, China, Corea del Norte, Mongolia, Kenia, Afganistán, Jamaica, España, Taiwán ukat yaqhanakampit uka video jayllintawix uñjasi . | সহযোগিতামূলক ফিল্ম পৃথিবীর একদিন ১০ই অক্টোবর, ২০১০ একই দিনে সংঘটিত বিস্ময়কর বৈচিত্র্য, দ্বন্দ্ব, ট্রাজেডি এবং জয়জয়কারের প্রদর্শনীর চিত্রগ্রহণ করে পৃথিবীর সমস্ত কোন থেকে পাঠানো ৩,০০০ ঘণ্টারও বেশি ফুটেজ নিয়ে নির্মিত। |
7 | Juk'amp aka amtat yatiñatrakix aka post One Day on Earth ukawa ullart'apxasma: Uraqpachan película waraqata . | ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থান) এবং জাতিসংঘের সহযোগিতায় বিশ্বের প্রতিটি দেশে পৃথিবী দিবসে (২২শে এপ্রিল, ২০১২) বৈশ্বিক প্রদর্শনীটি হবে। |
8 | | মিউজিক ভিডিওটিতে ভারত, পাপুয়া নিউগিনি, বেনিন, বুর্কিনা ফাসো, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, কেনিয়া, আফগানিস্তান, জ্যামাইকা, স্পেন, তাইওয়ান এবং আরো অনেক স্থানের ফুটেজ রয়েছে। |
9 | | আমাদের পূর্ববর্তী পোস্ট পৃথিবীর একদিন: বিশ্বব্যাপী সহযোগিতামূলক ফিল্মের বৈশ্বিক প্রদর্শনী-এ আপনি আসন্ন প্রদর্শনীটি সম্পর্কে আরো পড়তে পারবেন এবং এবং আপনার নগর বা শহরে একটি প্রদর্শনীর জন্যে পৃথিবীতে একদিন সাইটে নিবন্ধন (সাইন আপ) করতে পারেন। |