# | aym | ben |
---|
1 | Yaqha tawaqux phiskasita ukat Bangladesh markan jiwayata ukhamawa | বাংলাদেশ: ধর্ষণের পর হত্যা করা হলো আদিবাসী নারীকে |
2 | | বাংলাদেশে আবারো ধর্ষণের পর হত্যার শিকার হলেন এক আদিবাসী নারী। |
3 | Mä pampankir tawaqux mayampiw khaysa aldea Borodalupara, kawkhali, distritu Rangamatiña phiskasita jiwayata uñstawayi. | এই ঘটনাটি ঘটেছে রাঙামাটি জেলার কাউখালি উপজেলার বড়ডলু গ্রামে। মেয়েটির নাম খুমাচিং মারমা। |
4 | Jiwayata khomachingMamax tunka pusini maranikinwa. | তার বয়স ছিল মাত্র ১৪ বছর! |
5 | Jupaxa uctavu kursunkir yatiqirinwa. | অষ্টম শ্রেণিতে পড়তো। |
6 | Mä qullu k´uchuta, utapat kimsa patak mitrun t´aqaxtataru uka imill wawan amayapax jikisiwayi. | বাড়ি থেকে মাত্র ২০০ থেকে ৩০০ গজ দূরে পাহাড়ের ঢালুতে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। |
7 | Rina Dewan Facebook [bn] uksanw uka kipka yatiw uñt'ayi: | সে পাহাড়ে গিয়েছিল নিজেদের পালিত গরু আনতে। |
8 | Khä chika kilomentro Nallyachari Uttor Matha jisk´a markat Thomaching amayapax jikisiwayi. | খুমাচিং মারমার ধর্ষণ ও হত্যার কারণ প্রসঙ্গে রিনা দেওয়ান ফেসবুকে লিখেছেন: |
9 | Kunati nayrapachanx mä waranqa llatunk tunka kimsaq´all tunka qallta mara qalltkipan jiliri irptiri tata Marmas markapat aka jisk`a markankir jaqinakar ananukuwayatayna. | যেখানে থুমাচিং মারমার উলঙ্গ লাশ পাওয়া যায় সেখান থেকে আধা কিলোমিটারের মধ্যে রয়েছে নাল্যাছড়ি উত্তর মাথা নামে একটি সেটলার গ্রাম। |
10 | Jichhasti aka colonunkirinakax mä jach´pach uraq Borodalupara mayipxi. | ১৯৮০র দশকের শুরুর দিকে সরকার সেখান থেকে পাহাড়িদেরকে উৎখাত করে সেটলারদেরকে বসিয়ে দেয়। |
11 | Ukat, mayurukiw Marma jaqinakax jengibre quqanak colununkir jaqinakan uraqipanakar alintawayapxi, ukatsti colunkir jaqinanakax uka achun jank'akiw jiwthapiwayapxi ukjamarus jach'a ch'axwañaruw uchasiwayapxi. | সেটলাররা বর্তমানে থুমাচিংদের গ্রাম বড়ডলুর অনেকখানি নিজেদের বলে দাবি করে এবং কয়েকদিন আগে ক্ষেতে আদা লাগাতে গেলে সেটলাররা মারমাদের বাধা দেয়। |
12 | La violencia contra las mujeres indígenas ha aumentado recientemente. | জানা যায়, থুমাচিং-এর মামার সাথেও সেটলারদের জমি নিয়ে বিরোধ রয়েছে। |
13 | Imagen de A M Ahad. Copyright Demotrix. | ধারণা করা হচ্ছে এর জের ধরে তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। |
14 | Aka qhipqhipa urunakar walja warminakaw phikasita ukar jiwayata uñstawayapxi, kunatix nayrurukiw mä imllwawx phikasita uñstawayi. | সাম্প্রতিক সময়ে আদিবাসী নারীদের ওপর বেড়েছে নির্যাতনের ঘটনা। ছবি এ এম আহাদ। |
15 | Jupax kintu cursunkir yatiqiqirinwa. | স্বত্ব: ডেমোটিক্স। |
16 | Harikishore chakma yatiyaw yatiyirix (en) mä qawqha jakhuwinaka aka jisk´a markata tawakonakar phiskasitakäna jichha articulur Prothom Alo [bn] jasachawayi. | সাম্প্রতিক সময়ে আদিবাসী নারীদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েছে। কিছুদিন আগেও পঞ্চম শ্রেণি পড়ুয়া আরেক আদিবাসী শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। |
17 | Pasiri lapak phaxsina, jisk'a markankat, pätunka warminakaw jiwayat kimsa distritu qullunak uksan uñstawayapxi. | সাংবাদিক হরি কিশোর চাকমা প্রথম আলোতে তার লেখায় আদিবাসী নারী ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরেছেন: |
18 | | শুধু চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত তিন পার্বত্য জেলায় আদিবাসী নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে ২০ জন। |
19 | Jichasti Thomaching Maman qillqatapanaruw qillqkatasiwayi. | সেই সঙ্গে যোগ হলো তুমা চিং মারমার নাম। |
20 | Yaqhipa organizacionrs jaqinakat yatxatirinakax Kapaeng arsuwayiwa akjam sasa. | ২০১১ সালে আদিবাসী নারী ধর্ষণের শিকার হয়েছে ১০ জন। |
21 | Aka pä waranqa tunka payam maransti, phisqa tunk mayam warminakaw phiskasit uñjasiwayapxi. kha pasiri pä waranqa tunka mayan maransti utjarakinawa kimsa tunk mayan warminak jan walt´atapxatapa, uka pachparakiw pasiri khuri pä waranqa kimsaqall maramx pusi warminakarakiw phiskasita ukar jiwayasiñax uñstawayapxi. | এটি কাপেং ফাউন্ডেশন নামের একটি মানবাধিকার সংস্থার হিসাব। সংস্থাটির হিসাবমতে, চলতি বছর আদিবাসী নারীদের ওপর সহিংসতার ঘটনা ঘটেছে ৫১টি, যা ২০১১ সালে ছিল ৩১টি এবং ২০০৮ সালে চারটি। |
22 | Aka jan walt´äwinakax Markan phiñasiwinakap sartawayi, ukjamarus taqpacha Dhaka Chittagong sylhet markankir jaqinakar unxtasiwayañatak tantachasiwayapxi. | আবারো আদিবাসী নারী ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সবখানে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটে প্রতিবাদ সমাবেশ হয়েছে। |
23 | Uka pachparakiw internautanakas wali phiñasita phiñasiñanakap arsusiwayapxi. | নেটিজেনরাও সরব হয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। |
24 | Protesta en Dhaka contra la violación y asesinato de la jóven indígena. | আদিবাসী নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ সমাবেশ। |
25 | [“Que ahorquen al violador y asesino. ”] | ছবি ফিরোজ আহমেদ। স্বত্ব: ডেমোটিক্স। |
26 | Imagen de Firoz Ahmed. Copyright Demotix | মিথুন চাকমা জুম্ম ফেসবুকে লিখেছেন: |
27 | Mithun chakmajummo akjam saw facebook ukar qillqkarawayarakitayna jiwasanakax jan chuymanjam kullakasan amayapjam thayarataptanwa. | অসাড় মৃত হয়ে পড়ে থাকে আমাদের বোন, আমরাও কি অসাড় হয়ে থাকি! |
28 | Indianakasti märatukiw marchir jiwayatanakat tupunakar mistuptan, uka pacharakiw imphal justician utjañap mayiwayi. | ইন্ডিয়া জ্বলে উঠে ‘গ্যাঙরেপ'এর প্রতিবাদে, ইম্ফল জ্বলে শ্লীলতাহানির বিচারের দাবিতে। |
29 | Kunatakis wakispacha unsxtasiwinakasasti aka t´akuxtatsti utasanakuruxay kutt´xapchiñanixa, sasa. | আমাদের প্রতিবাদের ভাষা কী হবে! |
30 | Adivasi Aodhikar Andolon [en] (CHT) qillqt'iwa: | একটি মিছিল!? তারপর অসাড়তা! |
31 | Yatiyäwinakan uñjta, kunams Delhi warmix k´añasku manqhita wali unxtasiwayi, aka warmimp chikachasiñax wali kusapunispawa. pachparakiw yatiyaw yatiyirinakax wal mayxachasipxi. | আদিবাসী অধিকার আন্দোলন (CHT) লিখেছে: খবর দেখছিলাম, দিল্লীতে বাসে ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল ভারত। |
32 | Ukat aka uñjasinxa jiliri p´iqinchir indio tatax wali jank´akiw juchani jaqinakar taripir utar apayi. | ভাল লাগলো এটা দেখে ওরা একতাবদ্ধ, মিডিয়া ওদের সাথে। সরকার বাধ্য হয়েছে দোষীদের গ্রেপ্তার করতে। |
33 | Jichakiw kaysa aldea Borodalupana kawkhali distrito de Rangamatina mä imill wawa phiskasita jiwayata uñstawayi. Ukat, janiw pallapallanakax mayni juchansa jist´antawaykiti. | একটু পেছনে যাই, সম্প্রতি রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলু গ্রামে ৮ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী থোমাচিং মার্মাকে ধর্ষণের পর হত্যার করা হয়েছে। |
34 | Ukarjamaw walja kullakasanakasa warminakasasa phiskasita jiwayata jiqhatasipxi. | কই ????? পুলিশ তো এখনো কাউকে গ্রেফতার করেনি!! |
35 | | এমনি করে আরও শত শত আদিবাসী মা-বোন দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার হচ্ছে এবং খুন করা হচ্ছে। |
36 | Blogger Anik [bn] amuyt'iwa: | ব্লগার অনীক লিখেছেন: |
37 | Aka jan walt´äwinakax p´iqijar jan walinaka Bangladesh market amuyayitu. | এই অপরাধগুলো বাংলাদেশের একটি ইমেজ দাঁড় করাচ্ছে আমার মনে, তা হলো ধর্ষক ও খুনীর। |
38 | | আমার মনে হচ্ছে, চারপাশে পোটেনশিয়াল ধর্ষক ও খুনী ঘুরে বেড়াচ্ছে! |
39 | Jicha nayax phiskasiripkaspasa ukar jiwayiripkaspasa jaqinakax ukhajam amuyta. | কোনই নিশ্চয়তা নেই, যে এরা হঠাৎ কেউ ক্ষেপে উঠে ধর্ষণ করবে না। |