# | aym | ben |
---|
1 | Irán: Lunthat Funcionarionakan amparanakap khuchhuqapxarakiniti? | ইরানঃ সরকারী তস্কররাও কি নিজেদের হাত কেটে ফেলবে? |
2 | Mana Neyestani qillqirix Ali Khamenei, iraní markan p'iqinchiritw uñt'ayi (Fuente: Mardomak) | কার্টুনিস্ট মানা নেইয়েস্তানি তার এক কার্টুনে প্রদর্শন করছেন ইরানের নেতা আলি খামেনি আহমাদিনেজাদ এবং লারিজানির মাঝে লড়াই-এর মাঝে পড়ে গেছেন। |
3 | Mahmoud Ahmadinejad iraní irpirix wiltat ch'ikhitap sutinchäwinakan uñstañ uñacht'ayi kunawrsati 3 uru saraqkipan anata phaxsit 2013 maran Parlamentor mä wiriw kawkinti político awqanakapar apthapïna uñacht'ayi, mä qawqha markat funcionarionaka irpirinaka, mä ch'axwall ñanqhachäwina. | [ মার্দোমাক-এর মাধ্যমে পাওয়া]। ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদ আরো একবার হঠাৎ করে খবরের শিরোনাম হওয়ার বিষয়ে তার প্রতিভার প্রমাণ প্রদান করেন, যখন ৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে তিনি সংসদে দেশটির গুরুত্বপূর্ণ সরকারী পদে আসীন কয়েকজন কর্মকর্তার দূর্নীতি উন্মোচন করা ভিডিও প্রদর্শন করেন। |
4 | Parlamento ukar chiqancht'i [en] parlas irnaqaw irpirir mä k'umiw amatat arxatañataki, Ahmadinejad wal ch'axwäwir makati, legisladorenakar mä imantat Fazel Larijani waraqäw uñacht'ayasa, Ali Larijani [en] jilapa, Parlamento irpiri, ukhamarak Sadegh Larijani, poder judicial p'iqi, khititi taqi wila masinakapar aka ñanqahchäwir apthapïna. | আহমাদিনেজাদ, তার মন্ত্রীসভার শ্রমমন্ত্রীকে অভিশংসনের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্য সংসদে ভাষণ প্রদান করার সময়, আইনপ্রণেতার সামনে ফাজেল লারিজানির রহস্যময় এক কথোপকথন যুক্ত ভিডিওর প্রদর্শন করে তাকে আক্রমণ করেন। উক্ত ফাজেল ইরানি সংসদের চেয়ারম্যান আলি লারিজানি এবং প্রধান বিচারপতি সাদেঘ লারিজানির ভ্রাতা। |
5 | | তিনি বলেন, ‘সমগ্র পরিবারটি দুর্নীতিগ্রস্ত'। |
6 | Ahmadinejad wiriw uñacht'ayatanxa, Fazel Larijani Saeed Mortazavir sasmachakiwa, nayra pacha Teherán fiscal generalaxa, Ali ukhamarak Sadegh jilanakaparuw imantat qulqinchäsiwinak petroquímico-tuqin ukhamarak alakipäwinakar akar apthapini. | আহমাদিনেজাদ প্রদর্শিত এই ভিডিওতে দেখা যাচ্ছে অভিযুক্ত ফাজেল লারিজানি তেহরানের প্রাক্তন প্রসিকিউটার জেনারেল সাইদ মোরতাজাকে বলছেন যে তিনি পেট্রোকেমিকেল ও অন্যান্য ব্যবসায় গোপন চুক্তিতে তার ভ্রাতাদের যুক্ত করবেন। |
7 | Vídeos reveladores | উন্মোচন করা ভিডিও |
8 | Mortazavixa, khititi walja jaqinakar katjäykänxa, yatiyirinakar ukhamaraki, ukhamarakiw katuntat 4 uru saraqkipan anata phaxsin Ahmadinejad uñacht'ayatata, ukch'kañkamax Ali Larijanix juchanchäwinakat arsuskäna. | সাংবাদিকসহ অনেক নাগরিকের গ্রেফতারের দায়িত্ব যার উপর বর্তায় সেই মোরতাজাভি নামক ব্যক্তিটি আহমাদিনেজাদের ভিডিও উন্মোচন করার পর ৪ ফেব্রুয়ারি তারিখে গ্রেফতার হন, এদিকে আলি লারিজানি পাল্টা অভিযোগ করেন। |
9 | Ukampirus mä awqa tamax Irán Youtube-r (jani uñjkayipiniriwa) arxatirjam uñji ukatw jani kuna sutin Fazel Larijanimp Mortazavi-mp tantachäw wiriw uñt'ayi [fa]. | দৃশ্যত শাসক দলের একটি অংশ ইউটিউবকে আশীর্বাদ হিসেবে আবিস্কার করছে (অন্যথায় তা বন্ধ হয়ে যেত) এবং ছদ্মনামে তারা ফাজেল লারিজানির সাথে মোরতাজাভির আলোচনার ভিডিও আপলোড করেছে। |
10 | Taqpachaxa, YouTube-nx pusi wiriw Mortazavi katjäwit uñacht'ayi. | সব মিলিয়ে মোরতাজাভির গ্রেফতারের ঘটনার পর এ বিষয়ক মোট চারটি ভিডিও প্রকাশ করা হয়। |
11 | Khitis Sr. Zxa? | কে এই মিঃ জি?? |
12 | Balatarin apanaqirinakaxa, iraní web-ax enlacenak yatikipasiñatak wali uñt'ataxa, uñakipapxiw mä “alakipäw chacharu”, Babak Zanjani-ru, ñanqhachäw ch'axwallamp wiriwunakamp chinthapita. | ইরানের জনপ্রিয় লিঙ্ক শেয়ার করা সাইট বালাতারিয়ান ব্যবহারকারীরা দূর্নীতির কেলেঙ্কারির সাথে যুক্ত ভিড়িওতে উপস্থিত বাবাক জানজানি নামক এক “ব্যবসায়ীর” উপর মনোযোগ প্রদান করেছে। |
13 | UE mutuyäw imatanakax (documentos) Zanjani-ruw “mä jach'a sarantayirjam iraní qhusu umat (petroleo) amtanak luräwinakat ukhamarak qhusu umat qulqi mäkiptayawinakata” uñanchi. | ইউরোপিয় ইউনিয়ন সরবরাহকৃত ডকুমেন্টে জানজানিকে “ইরানের তেল চুক্তি এবং এই সংক্রান্ত অর্থ স্থানান্তর করার মূল হোতা বলে উল্লেখ করা হয়েছে”। বেশীরভাগ সাইট তাকে জনাব. |
14 | Walja web-anakax ‘Sr. Z'-jamaw uñjapxi, Baztab [fa], ukampirus mä (jark'at) web irán markan utt'asita Babak Zanjani-piniruw uñanchi, jamuqanakampi, khitjamati arumat alwatar qulqiniptaway “qhusu uma alakipäwi” layku. | জি বলে অভিহিত করেছে, কিন্তু ইরান ভিত্তিক (ইরানে নিষিদ্ধ) ওয়েবসাইট বাজতাব বাবাক জানজানি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা প্রদান করেছে, কোন একজনের মতে সে রাতারাতি কোটিপতিতে পরিণত হয়েছে, যার জন্য তেল ব্যবসাকে ধন্যবাদ। |
15 | Khititakis Justiciaxa? | কার স্বার্থে ন্যায়বিচার? |
16 | Faryad22 blogupan qillqi [fa]: | ফারইয়াদ২২ তার ব্লগে লিখেছে [ফার্সী ভাষায়]: |
17 | Sadegh Larijani, poder judicial p'iqi, sharia islámica walja maranak apnaqaway ukhamarak walja waynanakan kayunakap ukhamarak amaparap khuchhuqäw [lunthatäwitata] kamachiway. Google ukan thaqasakiw qawqha jaqinakan amparap kayunakaps khuchhuqax uñakipañataki. | প্রধান বিচারপতি সেদাঘ লারিজানি, বছরের পর বছর ধরে শরিয়া আইন এবং আদেশ অনুশীলন করে এসেছে, যার ফলে [চুরির] দায়ে অনেক তরুণের হাত এবং পা কর্তন করা হয়েছে,, আপনি গুগলে প্রবেশ করলে দেখতে পাবেন কতগুলো মানুষের হাত এবং পা কর্তন করা হয়েছে। |
18 | ¿Wali wiriwunak utjasax Sadegh Larijanix jilapar ukhamarakit mutuyani? | যদি সকল প্রমাণ সাদেঘ লারিজানির সামনে উপস্থাপন করা হয়, তাহলে কি তিনি তার ভাইয়ের হাত কর্তন করবেন? |
19 | Azadi estadio luk'ananak khuchhuqapxani? | সে ক্ষেত্রে কি আজাদি স্টেডিয়ামে তার হাতের আঙুলগুলো ছিন্ন করা হবে? |
20 | Jan ukax Islam-anx uka mutuyäwix jark'atanit waranq waranqanak qulqi lunthatir jaqinakatak ukat aliq lunthatasirinakakit mutuyatäni? | নাকি ইসলামে কোটি টাকা চুরি করা চোরদের জন্য কোন শাস্তির বিধান নেই কেবল ছোটখাট চোরদের উপর সে বিধান রাখা হয়েছে? |
21 | Anadrbab Larijani jilanakatx phisqa jamuqanak uñt'ayi [fa] ukhamarak Dalton jilanakapampiw [en] kikipayi, Lucky Luke cómics-tuqin tukuyat lunthatanaka. | আনাদ্রাবাব, লারিজানি ভ্রাতাদের পাঁচটি ছবি প্রকাশ করেছে এবং তাদের লাকি লিউক কমিকস-এর কাল্পনিক চরিত্র ডাল্টন ভ্রাতাদের সাথে তাদের তুলনা করেছে। |
22 | Bloguero-xa uka pachprakw jiskt'arakïna: | ব্লগার সেই একই প্রশ্ন করেছেঃ |
23 | Fazel Larijani jilax mutuytäniti ukhamarak yaqhanakarjam luk'ananakapax khuchhuqataniti, jani ukax mutuyäwix aliq lunthatasirinakarukit ukham luratäni? | ফাজলে লারিজানিকে কি শাস্তি প্রদান করা হবে এবং অন্যদের মত তার কি আঙ্গুল কাটা হবে, নাকি ছোটখাট চোরদের মত তাকেও শাস্তি প্রদান করা হবে? |