Sentence alignment for gv-aym-20120501-4090.xml (html) - gv-ben-20120419-25140.xml (html)

#aymben
1Túnez: Callinakan ullart'äwiতিউনিসিয়াঃ বই পড়ুয়ারা রাস্তায়!
2"L'avenue ta9ra" (La avenida lee).‘লভেন্যু তা৯রা' (পড়ুয়া এভেন্যু)।
3Foto de la pagina de Facebook del evento.ছবি - ফেসবুকের ইভেন্ট পাতা থেকে
4Túnez markan sartasiwinak makiptatatxa, mä evento ukaw qalltasiwayi “L'avenue ta9ra”, jan ukax “La avenida lee” jas ukham suticht'ata.কয়েক সপ্তাহ ধরে তিউনিসের বিক্ষোভে একটা নতুন ইভেন্ট ঘোষণা করা হয়েছে, এর নাম দেওয়া হয়েছে “লভেন্যু তা৯রা” , অথবা “(পড়ুয়া এভেন্যু”)।
5Habib Bourguiba ukan avenidanakar pankanak apapxañap amtampi, uka callix uka capital markanx wali uñt'atawa, ukatx taqpachan ullart'apxama.এর পরিকল্পনা ছিল রাজধানীর সবচাইতে চিন্তাশীল এলাকা হাবিব বরগুইবা এভেন্যুতে তিউনিসীয়রা বই নিয়ে আসবেন এবং যৌথ পাঠ চক্রে অংশগ্রহণ করবেন।
6Facebook ukan yatiyäwix [fr] siwa:ফেসবুকের ইভেন্ট পাতার ঘোষণায় বলা হয়েছে:
7¿Qué pasa si ocupamos la avenida?রাস্তা দখল করে আমাদের কি হবে?
8No con nuestro canto y manifestaciones, si no con nuestros libros.চিৎকার আর বিক্ষোভে কি হবে, পরিবর্তন হবে বইয়ে।
9La idea es, como siempre, muy simple: Miércoles, 18 de abril a las 17h, vamos a ir a la avenida, y por una hora nos sentamos en los cafés, los bancos y las escalinatas con un libro en la mano.
10No es necesario conocer unos a otros, hablar con la gente. Vamos a reconocernos por tener un libro en la mano.স্বাভাবিক ভাবেই ধারনাটা সরলঃ ১৮ এপ্রিল বুধবার বিকেল ৫ টায় আমরা এভেন্যুতে যাব, একঘন্টা ক্যাফেতে, বেঞ্চে, সিড়িতে বই হাতে নিয়ে বসে থাকব।
11Va a ser la primera manifestación silenciosa en la avenida, sin demandas políticas.একজন আরেকজনকে চিনতে হবে এমন কোন কথা নেই, আমরা পরস্পর কথা বলবো… আমাদের হাতে থাকা বই দেখে একজন অন্যজনকে চিনে নেব।
12Queremos probar y demostrar que los tunecinos leen, que los que van a cambiar el mundo son aquellos que leen.এভেন্যুতে এটাই হবে প্রথম মৌন প্রদর্শনী, এতে কোন রাজনৈতিক দাবি থাকবেনা; আমরা প্রমান করতে চাই যে তিউনিসীয়রা পড়তে জানে, তাঁরাই দুনিয়াকে বদলাতে পারে যারা পড়তে জানে।
13Es el momento de recordar que nuestra gente es comprometida, educada y culta.এখন সময় এসেছে একথা স্মরণ করার যে আমাদের জনগণ কর্মব্যস্ত, শিক্ষিত এবং অক্ষরজ্ঞান সম্পন্ন।
14Invite a sus amigos, vengan en gran número, vamos a crear el evento.আপনার বন্ধুদের আমন্ত্রন জানান, বিপুল সংখ্যায় যোগদান করুন, আসুন আমরা সবাই ইভেন্টকে সফল করে তুলি।
15¡Para sus libros!আপনার বইগুলো সাথে নিয়ে আসুন!!!
16Avenidpach pankanakas apt'at qhurut arsusis phuqhants ukhasti? Amuyux jasakiwa: 18n uru 17 pachar avenidar sarañani mä qhawqha pachax pankanak amparanakar apt'asitwa avenidankapxañani.সম্প্রতি হাবিব বরগুইবা এভেন্যুতে বিক্ষোভ প্রদর্শন বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এবং শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশী নির্মমতার পর এ কর্মসূচি গ্রহন করা হয়েছে।
17Janiw maynit maynikam uñt'asiñax wakisirikiti. Amparanakasan pankanak apt'atasatx uñt'asikiñaniwa.সম্প্রতি সরকার বিরোধী র‍্যালির ব্যাতিক্রমী এ আয়োজনকে অরাজনৈতিক বলে দাবি করা হচ্ছে।
18Nayrïr amuk sartasiwiniwa, kunjams tunicinunakax ullart'apxi ukw uñt'ayañ muntana.
19Pachaxiwa kunjams jaqinakasax yaticht'ata uka amtañaxa. Masinakamar jawillt'apxam ukhamat waljaniñataki, ukatx mä evento wakiyañani.তিউনিসীয় ব্লগার আব্দেলকরিম বেনাব্দাল্লাহ “লে আমিস দ্যু লিভর” ( বইয়ের বন্ধু) নামে একই ধরণের আরেকটি উদ্যোগ গ্রহণ করেছিলেন।
20¡Pankanakamataki! Aka evento ukax Habib Bourguiba avenidan sartasiw utjk uka qhipatw lurasiwayi, ukapachaparakiw pallapallanakan unxtasirinakar yanqhachapk uka qhipata.ফেসবুকে এর সদস্যরা বই সম্পর্কিত পরামর্শ ভাগাভাগি করা, তাঁদের পছন্দের বিষয়ে আলোচনা এবং পরবর্তী জমায়েতের স্থান কোথায় হবে সে সম্পর্কে ভোটের আয়োজন করেছিলেন।
21Maysatx jichha sartasiwinaka irpir cuntra, akat apolítica ukapacha.২০১১ সালের গণজাগরণের পর তিউনিসিয়ায় অল্প কিছু সাংস্কৃতিক র‍্যালি অনুষ্ঠিত হয়।
22Abdelkarim Benabdallah Tunicinunkir blogerux [en] “Les amis du livre” [fr, Los amigos del libro] jall ukham sutin amtaruw sarxaruski.
23Facebook ukanx markachirinakax may may pankanakxatw uñt'ayapxi, ukhamarak aruskipapxi, jutïr tantachäwix kawkhankanis ukas amuyt'apxaraki.
24Túnez markanx 2011n maratpachax juk'a sartasiwinakakiw utjawayäna. Ukampirusa, tunecinkir wayn tawaqunakax suypachanw taqin ullart'awimp sarantapxi.তরুণ তিউনিসীয়রা আবারও নেতৃত্বে চলে এসেছেন এবং দেশ জুড়ে ঘন ঘন যৌথ পাঠচক্রের আয়োজন করছেন।