Sentence alignment for gv-aym-20130102-5033.xml (html) - gv-ben-20121117-32967.xml (html)

#aymben
1“Gaza markanx bombanakax jallur uñtataw waraqtäna”
2Gazan markachirinakax arumpachaw uñaqasipkäna.“গাজায় বৃষ্টির মত বোমা পড়ছে”
3Israel markan markachirinakax Palestina thiyar bombamp churt'asipkäna. Ukatxa, paypachaniw, Gazamp Israelamp, ninamp churt'asipxäna.গাজাবাসীরা এক বিনিদ্র রাত কাটিয়েছেন যখন ইজরায়েল ফিলিস্তিনি অংশে ক্রমাগত বোমা ফেলে গেছে।
4Militaranakan p'iqinchiripax Gaza markan Hamás satawa. Kunawsatix masürunx uka markan jupax mä lata jamach'inkaskän ukjaw jiwayapxi.গতকাল (১৪ই নভেম্বর) এক বিমান হামলায় হামাস সামরিক নেতা আহমেদ আল জুবেরীর মৃত্যুর পর ইজরায়েল এবং গাজার মধ্যে বন্দুকের গুলি বিনিময় শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে - যার জের এখনও চলছে।
5Ukjampachaw paypach markanakax nuwasisipkanawa. Prensan yatxatawix yatiyi: 13n Gaza markachirinak jiwapxi, ukhamarak kimsa Israel markachirinak jiwapxarakiwa.পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চলমান এই সংঘর্ষে এ পর্যন্ত ১৩ জন গাজাবাসী এবং তিনজন ইজরায়েলী মৃত্যুবরণ করেছে।
6Thuythiranx, EbaaRezeq Palestinan jiwirinakar yatiyi:টুইটারে এবা রেজাক ফিলিস্তিনি শহীদদের কথা বলছেন:
7@Gazanism: 15n jiwatanaka (ukanakanx kimsa wawa, mä ispa wawa usur warmi, ukhamarak pä achachila), ukampirusa, 140 usuchat jaqinaka #Gaza.@Gazanism (গাজানিজম): মৃতের সংখ্যা এ পর্যন্ত - ১৫ জন শহীদ (যার মধ্যে তিনজন শিশু, একজন পোয়াতী নারী এবং দুজন বৃদ্ধমানুষ), আর আগতের সংখ্যা ১৪০ এর অধিক #গাজা
8@KhaledShawa mä fotografía kunanx vecinopan nakhantaskir utap uñachayi, kunatix Israel markaw mä bomba ukjar jaqtatayna.খালেদ শাওয়া তার পড়শীর বাড়ির ছবি প্রকাশ করেছেন যা ইজরায়েল কর্তৃক বোমা ফেলার পর জ্বলছে। ছবি @KhaledShawa(খালেদ শাওয়া) এর সৌজন্যে।
9Foton creditopa:@KhaledShawaওয়ায়েল উদা তার চারপাশে বোমার তীব্রতার কথা বলছেন:
10@WillOuda: zumbidonakax taqituqin sum ist'asi…wali ch'amapunimpiw p'iqipatkam jalamukuyi.@WillOuda (উইলউদা): ড্রোন বোমাগুলো যেন বসার ঘরে হেঁটে হেঁটে ঢুকছে.. এতই বিকট শব্দ মাথার উপরে।
11#Gaza.#গাজা
12Yaqha thuythiyiwunx, qhipa jan walt'awinak jaqin coste yatiyi.আরেকটি টুইটে তিনি চলমান সহিংসতার মানবিক মূল্যের কথা বলছেন:
13@WillOuda: 14ni-15n jiwatanaka, ukhamarak 120 juk'amp usuchjatanaka.@WillOuda(উইলউদা): মৃতের সংখ্যা: ১৪-১৫ এবং আহতের সংখ্যা ১২০ এর ও বেশী #গাজা।
14#Gaza. Gaza siendo atacada.গাজা আক্রান্ত, ছবি টুইটার থেকে @journeytogaza (জার্নি টু গাজা) এর সৌজন্যে।
15Foto compartida por @journeytogaza en Twitterএবং মাজেদ আবুসালামা জানাচ্ছেন:
16@MajedAbusalama: Jichhax Gaza markan alayawjan bombanakax jalljam jalaqanipxi. # #GazaUnderAttacks@MajedAbusalama: উত্তর গাজায় বোমা পড়ছে যেন বৃষ্টির মত #গাজাআক্রান্ত
17Abu Omar mä vídeo surrealista “Los niños de Gaza juegan al fútbol a pesar del bombardeo” ukham sat YouTubetuqin uñachayi.অন্যদিকে আবু ওমর একটি অদ্ভুৎ ভিডিও তুলে দরেছেন যেখানে দেখা যাচ্ছে যে গাজার কিছু শিশু বোমাবর্ষণের মধ্যে ফুটবল খেলছে:
18Qhipan bombanakax jalaqasipki, ukhampach wawanakax piqump anatasipkirakiwa, uk videonx uñachayi.এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের খেলার সময় পেছনের দিকে বিষ্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
19Ola Anan siwa:ওলা আনান বলছেন:
20@olanan: #GazaUnderAttack ¡Ukhampacha, mä wawa tamax thakin piqump anatasipkiwa!@olanan (ওলা আনান): #গাজাআক্রান্ত অথচ কতিপয় শিশু রাস্তায় ফুটবল খেলেই যাচ্ছে!
21¡Uraqi, jakañ yatichasipxsmawa.বিশ্ব দেখ এই আমাদের জীবন!
22MajedAbusalama saraki:এবং মাজেদ আবুসালামা যোগ করছেন:
23@MajedAbusalama: Gazan moralasax jach'askiwa.@MajedAbusalama (মাজেদ আবুসালামা): গাজায় আমাদের মনোবল চাঙ্গা রয়েছে।
24Taqi kuna tukjañapanx tukjapxam jaytapxañäniwa, ukhamarak wawanakasar jiwayañapanx jiwayapxpan jaytapxarakiñäniwa.তাদের সবকিছু ধ্বংস করতে দাও, আমাদের সন্তানদের হত্যা করতে দাও, কিন্তু তারা কখনই আমাদের ইচ্ছাশক্তি বা স্বপ্নকে হত্যা করতে পারবে না।
25Jan ukasti, janipuniw kunampis voluntadasamp sueñosampir chhaqtayapxkätati.খোদার ইচ্ছায় আমরা স্বাধীন হবই! মানুষ একটি বেকারীর বাইরে ভীড় করছে।
26¡Dios tatan voluntadapamp tukuyaspana!ছবি টুইটার থেকে @sarahussein (সারা হুসেইন) এর সৌজন্যে।
27La gente hace cola en la puerta de una panadería para comprar pan en Gaza.ইতিমধ্যে সাংবাদিক সারা হুসেন, যিনি গাজায় প্রবেশ করতে পেরেছেন, একটি ছবি শেয়ার করেছেন। তিনি টুইট করেছেন:
28Foto compartida en Twitter por @sarahussein@sarahussein (সারা হুসেন): yfrog.com/nws02mjj #গাজায় বেকারীর বাইরে লাইন।
29Sara Hussein, janalaph yatxatirix, jichhaw Gaza markathiyat purintaski.মানুষ খাদ্য সংকটের আশংকা করছে #ইজরায়েল #ফিলিস্তিনি
30Jupaw mä jamuqan jaqinak mä t'ant'a lurir uta punkun philasisipki, ukham uñachayi.
31Jupax thuythiyiwa:এখন কি?
32@sarahussein: yfrog.com/nws02mjj #Gaza markan mä t'ant'a lurir uta punkun philasisipkiwa.জার্নি টু গাজা ভাবছে যদি ইজরায়েল কর্তৃক একটি আক্রমন হয়: @journeytogaza (জার্নি টু গাজা): ইজরায়েলী ক্যাবিনেট কর্তৃক গাজায় সামরিক অভিযানের কোন খবর হয়েছে কি?
33Manq'anak q'altaspa, uk jaqinakax lup'ipxi.
34#Israel #Palestinians Jichhasti?টুইটার হ্যাশট্যাগ:
35Journeyto Gazax uraqin invasionax utjaspati, sas sikhisi: @journeytogaza: gabinetet yatxatawix utjiti #Israeli [Israelí] #Gaza markan uraq invasionax qalltaniti, janich utjkani.টুইটারের নিম্নলিখিত হ্যাশট্যাগ গুলি দেখতে পারেন আরও তথ্যের জন্যে: #PrayForGaza (#গাজারজন্যেপ্রার্থনা), #GazaUnderAttack (#গাজাআক্রান্ত) and #Gaza (#গাজা).
36Thuythirin etiquetanaka:আরও পড়ার জন্যে:
37Thuythiranx yaqha aruskipawinak yatiñatak, etiquetanak uñjapxam: #PrayForGaza, #GazaUnderAttack ukat#Gaza. Yaqha ullart'äwinaka:মন্ডোওয়াইস: দুইটি নতুন তথ্যভান্ডার: গাজায় ইজরায়েলী হামলার সময়সূচী এবং অস্ত্রবিরতি ভাঙ্গায় ইজরায়েলের রেকর্ড।
38Mondoweiss: Pä machaq utjiri[en]
39The Guardian: Israelan ukhamarak Gazan militantenakax jiwatanak turkapxi, Irpa [en] jichhachawi [en]দা গার্জিয়ান: ইজরায়েল এবং গাজা সন্ত্রাসীদের মারনঘাতী সংঘর্ষ - সাম্প্রতিক খবর