# | aym | ben |
---|
1 | China: Internawtanakax jutïr chhijlläwitakiw candidatu ukhamaw uñt'ayasipxi | চীনঃ নেটিজেনরা আগামী নির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করছে |
2 | | বৃহস্পতিবার ফুঝো-এর বোমা বর্ষণের মাঝেও সিনো ওয়েবো-তে এক অসাধারণ ঘটনা ঘটে: এই সপ্তাহের শুরুতে সারা দেশের বিভিন্ন নাগরিকরা শরত-এ অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় পিপলস কংগ্রেস নির্বাচনেস্বাধীন প্রার্থী হিসেবে অংশ নেবার সিদ্ধান্তের কথা ঘোষণা করে। |
3 | 26ni llamayo phaxsin 2011ni maran uñt'ayasiwayi. | মূলত পৌরসভা পর্যায়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে জনতা ভোট দিতে পারে। |
4 | Yatiyaw explosiones Fuzhou uka taypina [en], ukatx Sina Weibo [en] ukakipkarakiw phuqhasina: simana qalltarux markachirinakax markpachanw candidatunakax uñt'ayasiñatak amtapxana Congreso del Pueblo local jall ukatak chhijalläwi [en] municipio tuqin awtipachanw phuqhañani. | যে সমস্ত ব্যক্তি স্বাধীন ভাবে এই নির্বাচনে অংশ নেবার কথা ঘোষণা করেছে, তাদের মধ্যে রয়েছে সাংবাদিক লি চেংপেং এবং ইয়াওবো। যদিও বিষয়টি অভূতপূর্ব নয়- হুবেই এর পৌরসভা থেকে একজন স্বাধীন প্রার্থী হিসেবে ইয়াও লিফার ১৯৯৮ সালে পিপলস কংগ্রেসের আসন লাভের পর কয়েক ডজন ব্যক্তি তার এই পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করে। |
5 | | ওয়েবো, তার পাতায় বেশ কিছু প্রার্থীকে তাদের পরিচিতি তুলে ধরার জন্য আলাদা ভাবে জায়গা করে দিয়েছে, একই সাথে তারা সকলেই তাদের মাইক্রোব্লগে নিজেদের নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে। |
6 | Aka chhijallawix taqinitak jist'aratawa. | উইকিপিডিয়া থেকে নেওয়াগণপ্রজাতন্ত্রী চীনের নির্বাচন প্রক্রিয়া। |
7 | | পিপলস কংগ্রেস নামে পরিচিত চীনের সংসদের সদস্য, কাউন্টি বা অঞ্চল, শহরের ডেপুটি, জেলা, পৌর জেলা, থানা হিসেবে পরিচিত টাউনশিপ বা আদিবাসী থানা এবং শহরের দ্বারা বিভাজ্য নয় (প্রত্যেকটি অঞ্চলের নিজস্ব প্রতিনিধি রয়েছে)। |
8 | Uka taypinx yatiyirinakaw jikjatasipxi Li Chengpeng [en] ukatx Yao Bo [en]. | এই সব অঞ্চলের প্রতিনিধিরা সরাসরি ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়। এক ব্যক্তি, এক ভোট, চীনকে বদলে দিতে পারে। |
9 | victoria de Yao Lifa 1998 marana, Congreso del Pueblo municipal provincia Hubei ukana mä escaño uka luqti. | যে দিন লিউ পিং কে গ্রেফতার এবং ছেড়ে দেওয়া হয় তার পরের দিন থেকে অনলাইনে প্রার্থীদের নির্বাচনের দাঁড়ানোর ঘোষণা আসা শুরু হয়। |
10 | | লিউ পিং নিজেই ঘোষণা করেছে, সে তার নিজ প্রদেশ জিয়াংশি এর এক কেন্দ্র থেকে পিপলস কংগ্রেসের মাঠ পর্যায়ের নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন করবে। |
11 | Wikipedia ukata, “República Popular China ukan chhijlläwinaka” [en]: | ওয়েবো-এ আসাতে থাকা প্রার্থীর তালিকা বৃহস্পতিবার থেকে ক্রমেই বাড়ছে। |
12 | Diputadunakarux congreso tuqitx jan t'aqhtat markachirinakax municipionakanx distrito electoral ukatchiqakiw phisqha maratak chhijllirina. | সম্প্রতি এখানে যাদের যাদের নাম এসেছে, তাদের সবার নাম এখানে দেওয়া হল [সকল লিঙ্ক চিনা ভাষায়]: |
13 | | লিউ পিং, সিনইয়ু, জিয়াংশি লি চেংপেং, চেংডু, সিচুয়ান শিয়া সাং, সাংহাই ওয়াং জংশিনাং, তিয়ানজিন হুয়া তিয়ান, কুনমিং, ইয়ুনান হিডেন ড্রাগন , চ্যাংশিং, ঝেজিয়াং ইয়ু নান (ছদ্ম নাম),, লানঝু, গানসু হে পেং, চাংঝউ, জিয়াংশু লিয়াং ইয়োংচুন, হাংঝু, ঝেজিয়াং ইয়াও বো,বেইজিং, ওয়েই ঝংপিং,সিনইয়ু, জিয়াংশি লি শিহুয়া, সিনইয়ু, জিয়াংশি ওয়ু ডানহং, বেইজিং সু চুনলিয়ু, বেইজিং লি চায়ানশিয়াও, চেংডু, সিচু্যান শু ইয়ান, হাংঝু, ঝেজিয়াং ওয়াং জিয়ান, ওয়াং জিয়ান |
14 | Una persona, un voto. Cambiemos China. | এই নির্বাচনে তার অংশগ্রহণের ব্যাপারে সিসিপি-এর (কমিউনিষ্ট পার্টি চায়না) এক সদস্য ওয়াং লিখেছে[চীনা ভাষায়]: |
15 | | আমি জানি যে আমি কোনভাবেই এই নির্বাচনে নির্বাচিত হতে পারবো না, কিন্তু কয়েকজন সাহসী মানুষের সাথে আমি একটা অবস্থান নিতে পারব এবং নিজের কণ্ঠকে সবার সামনে তুলে ধরতে পারব। |
16 | Juk'a urunakanakw candidatu ukhamax uñsti jist'antäwit ukatx qhisphiyawit [en] Liu Ping jupata, uka pachparakiw candidatjam s Jiangxi provinciat sarañ amti. | আমার নির্বাচনী স্লোগান হচ্ছে, কেন অন্ধকার নিয়ে আপনি অভিযোগ করছেন, যেখানে আপনি নিজেই আলো জ্বালাতে পারেন? অন্য সিনো ওয়েবো ব্যবহারকারীরা সম্ভব্য এইসব আইনপ্রণেতাদের প্রচণ্ড সমর্থন দিয়ে যাচ্ছেন। |
17 | | যখন প্রার্থীরা তাদের নির্বাচনী কর্মকাণ্ডের গতি বাড়াচ্ছে, তখন প্রার্থীদের নির্বাচনী প্রচারণা পর্যবেক্ষন করার জন্য “চায়না ইলেকশন নামের একটা একাউন্ট তৈরি করা হয়েছে [চীনা ভাষায়], এবং ওয়েবো-তে একটা গ্রপ তৈরি করা হয়েছে [চীনা ভাষায়] যেখানে ব্যবহারকারীরা সকল প্রকার তথ্য পোস্ট করছে, যোগ্যতার মাপকাঠি থেকে প্রচারণার পদ্ধতি এবং নীতিমালা, এমনকি প্রচারণার জন্য কি ধরনের বিজ্ঞাপন তৈরি করা প্রয়োজন সে সম্পর্কে পর্যন্ত এখানে তথ্য রয়েছে। |
18 | Weibo ukan candidatunakan sutinakapa: | যেমন এখানে একটা এ ধরনের বিজ্ঞাপন রয়েছে। |
19 | Liu Ping, Xinyu, Jiangxi uka provinciata Li Chengpeng, Chengdu, Sichuan uka provinciata Xia Shang, Shangái Wang Zhongxiang, Tianjin Huo Taian, Kunming, Yunnan uka provinciata Hidden Dragon (alias), Changxing, Zhejiang provinciata Yu Nan (alias), Lanzhou, Gansu uka provinciata He Peng, Changzhou, Jiangsu uka provinciata Liang Yongchun, Hangzhou, Zhejiang uka provinciata Yao Bo, Beijing Wei Zhongping, Xinyu, Jiangxi uka provinciata Li Sihua, Xinyu, Jiangxi uka provinciata Wu Danhong, Pekín Xu Chunliu, Pekín Li Chunxiao, Chengdu, Sichuan uka provinciata Xu Yan, Hangzhou, Zhejiang uka provinciata Wang Jian, Hangzhou, Zhejiang uka provinciata | |
20 | Wang, ukax Partido Comunista uksankiriwa, qilqiwa [ch] luräwinakap uñt'ayañataki: | এটি হাংজু-এর প্রার্থী শু ইয়ান-এর পক্ষে একজন (ব্যবহারকারী) তৈরি করেছে। শু ইয়ানকে ভোট দিন |
21 | | ওয়েবও -এর এক ধারাবাহিক আলোচনার [ডিসকাশন থ্রেড, চীনা ভাষায় লিখিত] আংশিক আংশ পাঠ করুন: |
22 | Yatwa, janiw chhijllañatak askinjam jikxataskiti, aski jaqinak thiyan sat'atatwa, amuyux arsuñataki, ukhamarak markat arsuñataki. | -আপনি কি জানেন, এখানে স্বতন্ত্র প্রার্থীদের বয়স দেওয়া হয়েছে। এটা তাদের দিক থেকে একটা ছাড়, যেমনটা সামাজিক গণতন্ত্রের ছড়িয়ে পড়া, যার সম্বন্ধে তারা কথা বলে। |
23 | Vota por Xu Yan | এছাড়া এটি পাঁচটি ধ্রুবক (মূলত সংস্কারের জন্য আন্দোলন) এর ধারায় পড়ে। |
24 | Mä aruskipäwi [ch] Weibo jupax siwa: | তাদের মাঝে অনেকে বুদ্ধিমান ব্যক্তি রয়েছে। |
25 | Kunjamakisa, aka candidatunakan purinitapaxa. | শিটিজেন ( বোকা নাগরিকরা) কি গণতন্ত্র চায় না? |
26 | Ukapachaparakiw línea phisqha janiw sawinaka ukanki janit democracia munapkta a href=”http://zh.wikipedia.org/wiki/Shitizen”>markachirinakax janipuniw askinjam uñjatapkiti. | ঠিক আছে, কোন সমস্য নেই, আপনারা আপনাদের সংবিধানের কাঠামোর মধ্যে গণতন্ত্রকে রেখে দিন। কিন্তু এখানে আমি আপনাদের একটা বিষয় নিশ্চিত করছি, তারা কখনো তা করতে দেবে না। |
27 | Ukampirus mayaw utji, ukax janiw libertad ukjam uñjkiti. Shu Kexin, mayni candidato independiente ukhamax Beijing uksat yatxatirixsiwa [ch] : | শু কিয়েশিন, এক অন্যতম স্বতন্ত্র প্রার্থী এবং বেইজিং-এর এক গণ নীতি (পাবলিক পলিসি) বিষয়ক গবেষক, তিনি নির্বাচনের রাজনীতির উপর আকস্মিক প্রচণ্ড বেগ তৈরি হবার ব্যাপারে এই কথা গুলো বলেছেন: |
28 | Markasatx jaqinakax nayririnx markapar askinjam uñjañw mayipxi. | আমাদের দেশের মানুষদের প্রথমে তাদের নিজ সম্প্রদায় এবং শহর এবং তারপর নিজ দেশের যত্ন নিতে শিখতে হবে। |
29 | Jan sitasmati, nayrir llakiwimax wila masimatapa, ukat Estados Unidos markar mantañataki, norte de America jaqinakat llakiñataki. | আমাকে বলবেন না যে আপনাদের প্রথম গুরুত্ব নিজেদের পরিবার এবং তারপর আমেরিকায় অভিবাসন, যাতে আপনারা উত্তর আমেরিকার জনগণের খেয়াল রাখতে পারেন। হাহ। |