# | aym | ben |
---|
1 | Mexicanonakax jilïr irpiripatakiw chhijllapxäna | |
2 | Nayrïr uru willakakuti phaxsinxa, mexicanonakax urnanakar jilïr irpiritak chhijlliriw sarapxäna. | মেক্সিকোবাসী তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করছে |
3 | Chhijjläw nayraqat atw cibernawtanakax postulantes jila kullakanakan chhijalläwipat yatiyañatak wakichasipxäna aknirinakata: Enrique Peña Nieto (EPN) ukax aka Partido Revolucionario Institucional ukatsti Andrés Manuel López Obrador (AMLO) ukax Partido de la Revolución Democrática ukataraki, maysatx Josefina Vázquez Mota (ukax jichha irpirin partidopatawa) jupanakax janiw payacht'asipkanti. | ১লা জুলাই (২০১২) তারিখে মেক্সিকোবাসী তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্যে নির্বাচনে গিয়েছিল। নির্বাচনের আগে থেকে অধিকাংশ নেটনাগরিকরা মনে করেছিলেন এটি প্রাতিষ্ঠানিক বিপ্লবী দলের এনরিকে পেনা নিয়েতো (ইপিএন) এবং গণতান্ত্রিক বিপ্লবী দলের আন্দ্রেস মানুয়েল লোপেজ ওব্রাদর (এএমএলো) এর মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে যদিও (বর্তমান ক্ষমতাসীন দলের) জোসেফিনা ভাস্কুয়েজ মোতার সমর্থকরা আশা ছাড়েনি। |
4 | Kunapachati urna ukax jist'arasiwayxi ukapachatw cibernautanakax amuyunakapa uñjäwinakap yatiyañamp qallantapxäna. | নেটনাগরিকরা নির্বাচন আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের চিন্তা-ভাবনা এবং অভিজ্ঞতা ভাগাভাগি করতে শুরু করে। |
5 | Twitter @YONOFUI ukan apanaqirix chiqancht'änwa: | টুইটার ব্যবহারকারী @ইয়োনোফুই নিশ্চিত করেছেন: |
6 | Aka markanx jichhaw nayrïr uru, kunatix jaqinakax amuyt'apxaniwa, jan irnaqäwin jaqix janiw utxaniti. | আজই কোন একটি দেশের প্রথম দিন যেদিনটি বাড়ার সঙ্গে সঙ্গে এটি উপলব্ধি করতে শুরু করবে যে নাগরিকদের প্রচেষ্টা ছাড়া কোন অর্জন সম্ভব নয়। |
7 | Etiqueta #Elecciones2012 satak ukax jank'akiw uraqpachan uñt'ayañatak chikanchasïna. | দ্রুতই হ্যাশট্যাগ #ইলেকসিওনেস২০১২ (নির্বাচন ২০১২) বিশ্বব্যাপী আলোচিত বিষয়ে পরিণত হয়। |
8 | Walja cibernautanakaw sitios web ukanak apthapipxi, chhijlläwin fraude utjk ukxataki. Tonatiuh Bravo (@tonatiuhbravo) aka itikitw apanaqi, #Operacion1J, juk'amp yaqha yatiyañataki: | অনেক নেটনাগরিক জালিয়াতি এবং কোন ভোটকেন্দ্রের কাছাকাছি প্রচারাভিযান চালানোর মতো অন্যান্য অবৈধ কাজ সম্পর্কিত প্রতিবেদন জড়ো করার জন্যে বিভিন্ন ওয়েবসাইট এবং হ্যাশট্যাগকে সংগঠিত করেছে। |
9 | | তোনাতিউ ব্রাভো (@তোনাতিউব্রাভো) নিচের রিপোর্টটি করার জন্যে কোন একটি হ্যাশট্যাগ #অপারেসিওন১জে ব্যবহার করেছেন: |
10 | Ducumentada Credencial alañx munaptatti, ukax aka videon #Operacion1J yfrog.us/gh5kgiz uñjasi. | আপনি ভোট দেয়ার পরিচয়পত্র কেনা প্রমাণ করতে চাইলে এখানকার ভিডিওটি দেখুন #অপারেসিওন১জে ওয়াইফ্রগ. ইউএস/জিএইচ৫কেগিজ |
11 | Mexicanos votan en un centro de sufragio en Ciudad de México el 1 de julio de 2012. | “ভোট দান অবাধ এবং গোপনীয়”। ১লা জুলাই, ২০১২ তারিখে মেক্সিকোবাসীরা মেক্সিকো সিটির একটি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছে। |
12 | Foto de Enrique Pérez Huerta, derechos reservados por Demotix. | এনরিকে পেরেজ হুয়ের্তা'র ছবি, কপিরাইট ডেমোটিক্স। |
13 | Ukatxa nayraqat resultadonakax uñastapxi, taqi markanxa ukhamarak Méxicomp ratukiw aka Instituto Federal Electoral (IFE) Enrique Peña Nietoruw atiptirijam uñstayäyi. | প্রথম আংশিক ফলাফল প্রকাশের পর মেক্সিকোসহ সারাবিশ্বের মূলধারার মিডিয়াগুলো ছুটে গিয়ে বলে যে কেন্দ্রীয় নির্বাচনী প্রতিষ্ঠান (আইএফই) এনরিকে পেনা নিয়েতোকে সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখিয়েছে। |
14 | Ukat jaqipax phhunchäwin ukankapxäna, yaqhip cibernautanakax janiw kusispkanti, janiw aka resultadox munapxkanti Peña Nietox mäkiw victoriapax arsusir saratayna, mä juk'a porcentajekiw aka chimpuntaw jakupxatayna ukat Twitter (@EPN) cuentapan wali kusisitaw victoriapat arsutayna, ukat cibernautanakax fraude luri sapxanwa. | তার অনুসারীরা উদযাপন শুরু করলে কিছু নেটনাগরিকরা হতাশা প্রকাশ করেন এবং অন্যেরা হন দ্বিধাগ্রস্ত। সামান্য কয়েক শতাংশ ভোট গণনার পর পেনা নিয়েতো তার টুইটার একাউন্ট (@ইপিএন) ধন্যবাদ জ্ঞাপন ভর্তি আপনি নোট এবং বিজয়সূচক শব্দে ভরে ফেলে দ্রুতই বিজয় দাবি করেন। |
15 | Walik taqpach mexicanonakaruxa! Jumanakax parlapta kunatix turkakipaw utjañatakiw chhijllapxta. | এতে নেটনাগরিকদের মধ্যে জালিয়াতির সন্দেহের উদ্রেক ঘটেছে। |
16 | Erik de la Reguera yatiyirix (@erikdelareguera) jiskt'iwa: | সব মেক্সিকোবাসীদের ধন্যবাদ! আপনারা দিক পরিবর্তনের জন্যে কথা বলেছেন এবং ভোট দিয়েছেন। |
17 | Ukhakamax Think Mexican (@thinkmexican) uñt'ayiwa: | ফ্রিল্যান্স সাংবাদিক এরিক দে লা রেগেরা (@এরিকদেলারেগুয়েরা) প্রশ্ন করেছেন: |
18 | Al declarar ganador a EPN, AMLO está presionado por los medios. Calderón e IFE a conceder. | প্রশ্ন: মাত্র ২৫% ভোট গণনার পর এবং প্রতিদ্বন্দ্বিতা যখন আরো কাছাকাছি হতে যাচ্ছে তখন আইএফই কীভাবে দেখাতে সক্ষম হয়েছে যে পেনা ৭-৮% ভোটে জিততে যাচ্ছে |
19 | ¿Por qué el apuro? | |
20 | ¿A qué le tienen miedo? ¿Al verdadero cambio? | এদিকে থিংক মেক্সিকান (@থিংকমেক্সিকান) সম্প্রদায় উল্লেখ করেছে: |
21 | EPN atiptir sapxixa , AMLO yatiyawinakax tumpapxi. Calderónmp IFEmpir iyawsañ sapxiwa. | ইপিএন'কে বিজয়ী ঘোষণা করে এএমএলো'কে মিডিয়ার চাপে ফেলা হয়েছে, ক্যালডেরন এবং আইএফই'কে স্বীকার করে নিতে হচ্ছে। |
22 | Kunats jank'ak lurapta? | কেন এতো ব্যস্ততা? |
23 | Kunakirus asxarapta? | তারা কিসের ভয় পাচ্ছে? |
24 | Chiqak sarañaruwa? | সত্যিকার পরিবর্তনের? |
25 | Pusüru willkakuti phaxsinw jakthapiw tukuyatat uñst'ayapxäni. | চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে ৪ঠা জুলাই বুধবার। |