Sentence alignment for gv-aym-20120219-3721.xml (html) - gv-ben-20120207-22493.xml (html)

#aymben
1Panamá: Markachirinakax mineria arxatasax qalanakampiw thakhi jist'antapxi
2Gobiernox markachirinakampix taqi kun parlapxan ukanakax phuqhasxiwa.পানামঃ এক খনি প্রকল্পের প্রতিবাদে আদিবাসী জনতা প্যান-আমেরিকান মহাসড়ক বন্ধ করে রেখেছে
3Jichhasti, foráneos elementonak janiw hidroeléctricanak utjawip munapxkiti.আদিবাসী জনতাকে প্রদান করা প্রতিশ্রুতির সবটাই পুরন করা হয়েছে। এখন বিদেশী সামগ্রী সেখানে জলবিদ্যুৎ চায় না।
4Ukax luz sat kimsaptayaniwa.এটি আলোর পরিমাণ তিনগুণ বাড়িয়ে দেবে।
5Ricardo Martinelli, jilir irpirixa, kimsa uru anat phaxsin llawintatap phisqa uruw phuqhaskan sasaw Twitter (@rmartinelli) cuentapan saskana.
6Comarca Ngäbes Buglés ukan markachirinakapax Panamericana jach'a thakh Chiriqui markkam llawintapxatayna.রাস্তা বন্ধের ঘটনা পঞ্চম দিনে পা-দেবার ফলে ৩ ফ্রেব্রুয়ারি ২০১২-তারিখে এভাবে রাষ্ট্রপতি রিকার্ডো মার্টিনেলী তাঁর টুইটার একাউন্টে (@আর মার্টিনেলী) [স্প্যানিশ ভাষায়] নিজের অজুহাত তুলে ধরেন।
7Kunatix gobiernur nayrir maran amtap phuqhasiñap mayiñataki, ukat uk lurapxatayna.
8Uka llawintatax walja millonanak chhaqhayi kunatix uka jach'a thakhix markan wali uñt'at ukjamarak sarnaqatawa.চিরিকি প্রদেশের নাগাবেস বুগ্লেস অঞ্চলের আদিবাসীরা তাদের দাবী আদায়ের জন্য প্যান-আমেরিকান মহাসড়ক বন্ধ করে দেয়, যা অত্র এলাকার খনির বিষয়ে সরকারের মেনে নেওয়ার শর্ত সময়সীমার চুড়ান্ত বছরে পদার্পন করেছে।
9Ukjamarak waranq jaqinak congestionamienton jan misthuñ yatipkanti, ukampirus jupanakar jan umamp jan manq'ampirak tukuyapxatayna.রাস্তা বন্ধের এই ঘটনায় লক্ষ লক্ষ ডলার ক্ষতি হচ্ছে, কারণ এটাই দেশটির মূল পরিবহণ সড়ক। এই ঘটনার ফলে শত শত মানুষ একজায়গায় আটকে পড়ে, যারা ফলে তাদের খাদ্য এবং পানির সমস্যা দেখা দেয়।
10La Prensax ukax satayna:লা প্রেনসা, যেমনটা সংবাদ প্রদান করছে [স্প্যানিশ ভাষায়]:
11Waranq viajeronakax ukjamarak q'ipin k'añaskunakar apnaqirinakaxa, khitinakax Interamericana jach'a thakhin La Mesa distritonx sarasipkana, Veraguas markanx jilir irpirinakar yanap mayisipxana.
12Kunatix pusi urut ukatx umas manq'as tukuyasxanwa. Jichhakama, gobiernox janiw protestanak yäqañ munkiti.রাস্তা বন্ধ করে দেবার ফলে লা মেসা নামক এলাকায় শত শত যাত্রী এবং পণ্যবাহী গাড়ির চালক আটকা পড়ে যায়, তারা ভার্গাস প্রদেশের কর্তৃপক্ষের কাছে সাহায্যের জন্য জোরালো আবেদন জানায়।
13Yaqha thakh k'añaskunakatak mercanciataki, “Puente Aéreo” jam kunax jaqinakamp manq'anakamp alaxpachat apaspa, ukanaks janirakiw thaqhañ munkarakiti.
14Mujer con una nagua, vestimenta típica de los Ngöbe-Buglé en Chiriqui, Panamá
15Ricardo Martinellin mark apnaqawipax janiw jaqinakatamp sum uñjatakiti.
16Kunatix yaqhip markachirinakax jach'a p'iqinchirir yanapirinakapampix janiw sum apnaqapxkit sapxiwa.
17Yaqhipanakasti, bloqueo luririnakar jan walt'ayapxkarakiti.কারণ চারদিন ধরে চলা ক্রমাগত এই বিক্ষোভে তাদের এখন খাবার এবং পানি ফুরিয়ে গেছে।
18Kunatix janiw market llakisipkiti, jan ukax jupapachanakat lup'isisipki. Roberto Troncos B. (@tronky22) p'iqinchirir qillqi:এখন পর্যন্ত সরকার, এই বিক্ষোভকে উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে, এবং জনতার চলাচল এবং মালামাল পরিবহনের ক্ষেত্রে বিকল্প রাস্তার আশ্রয় অনুসন্ধান করেছে, যাকে বলা হচ্ছে তথাকথিত “এয়ার ব্রিজের” অনুসন্ধান, যা আকাশ পথে জনতা এবং পণ্য পরিবহণ করবে।
19@rmartinelli Mä juk'a jaqinakax qunqurayasipkistu, ukax janiw walt'atäkiti.এক নারী পানামার চিরিকি অঞ্চলের নগুইবে বুগলের ঐতিহ্যবাহী পোশাক পড়ে (স্কার্ট) রয়েছে। ছবি ফ্লিকার ব্যবহারকারী লোনএন্ডকোয়েটা (সিসি বাই-এনসি-এসএ ২.
20Jan ukaxa, jan yaqha jach'a thakh utjkiti, ukax janirakiw walïkiti.
21Jaime Correa (@JCorrea1293) wali kuliratawa, kunatix p'iqinchirix autocratjamawa, ukjamarak jach'a qhatun cadenapamp walpin pantjasi, siwa. (Super 99):০) রিকার্ডো মার্টিনেলীর ক্ষয়িষ্ণু ভাবমূর্তি, সামাজিক প্রচার মাধ্যমে এমনকি আরো বাজে ভাবে দৃশ্যমান হচ্ছে, যেখানে জনতার তার প্রতি সমবেদনা নেই, বরঞ্চ তার প্রতি সবাই ক্ষুব্ধ, বিশেষ করে যে ভাবে রাষ্ট্রপতি এবং তার কর্মকর্তারা এই বিষয়টিকে মোকাবেলা করছে।
22Panamá markax Super 99n irnaqasiski, ukjam Martinellix lup'iski, ukjamarak yäqaski.
23Jupax recursonak jupankirjam uñjasi.
24Fermin Osorio (@MeisterBrake) amuyupatxa, jaqinakax Martinellirux alaqat tumpantapxi, ukampix jilachjapxi.তবে পাশাপাশি এমন নাগরিকও আছে, যারা আদিবাসীদের এই আচরণকে আত্ম-কেন্দ্রীক এবং দেশের প্রতি সামান্য মনোযোগ প্রদর্শনের মত এক ঘটনা বলে মনে করছে।
25Martinellix walinaks luri, jan walinaks luraraki:রবার্ট ট্রাঙ্কোস বি (@ট্রঙ্কি২২)রাষ্ট্রপতিকে লিখেছে [স্প্যানিশ ভাষায়]:
26Todo lo que hace martinelli ta mal, fren en mi opinión el a echo muchas cosas y buenas, también sus defecadas pero bueno.
27Maria Moreno (@ascadelia1986) jichha p'iqinchirimp nayra Manuel Antonio Noriega p'iqinchirimpit kipkätawayi:@আরমার্টিনেলীএই বিষয়টি অগ্রহণযোগ্য যে সমাজের একটি জনগোষ্ঠী আমাদেরকে তাদের সামনে নত হতে বাধ্য করে, কিন্তু একই সাথে এই বিষয়টিও কাম্য নয় যে, এই সমস্যা সমাধান করার কোন উপায় নেই।
28Aka jach'a p'iqinchirixa, Noriegat sipansa, juk'amp jan walikiti. Martinellix amt luraspa, ukjamarak jaqinakar usuchjaspa, ukakiw janïr utjkiti.জেইম কোররা (@জেকোররে১২৯৩) [স্প্যানিশ ভাষায়] রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক আচরণে হতাশ এবং তিনি প্রায়শই রাষ্ট্রপতির নিজের ব্যবসা প্রতিষ্ঠান সুপার মার্কেট চেইন শপের (সুপার ৯৯) নিয়ন্ত্রণের সাথে এর মিলে যাওয়ার বিষয়ে বিভ্রান্ত:
29Daniel Acosta (@Daar05) señala a toda la clase política como culpable de la crisis que vive el país:
30Nayax Panamá markan jan walt'awipat politiconakaw tumpani, ukjam amuynaqta!মার্টিনেলী চিন্তা করছেন এবং বিশ্বাস করে যাচ্ছেন যে পানামাকে সুপার ৯৯ এর মত করে পরিচালনা করা যাবে এবং রাষ্ট্রপতি হিসেবে তিনিই সকল সম্পদের অধিকারী
31Martinellix markan walt'awip laqaw thaqtañapa!!!
32Aka jach'a p'iqinchirixa, Noriegat sipansa, (@Daar05) juk'amp jan walikiti.অন্যদিকে ফারমিন ওসারিও (@ময়েস্ট্রারব্রাকে) [স্প্যানিশ ভাষায়] মনে করেন যে, খারাপ যা কিছু ঘটছে তার সবকিছুর জন্য নাগরিকরা মর্টিনেলীর প্রতি আঙ্গুল নির্দেশ করে, খানিকটা বাড়াবাড়ি করছে।:
33Martinellix amt luraspa, ukjamarak jaqinakar usuchjaspa, ukakiw janïr utjkiti.মার্টিনেলী যা কিছু করছে তাঁর সবটাই খারাপ, আমার মতে তিনি অনেক কিছু করেছেন এবং অনেক ভাল কিছু করেছেন, এমনকি কি তিনি কিছু ভুল করেছন, কিন্তু আহ বেশ ভাল!
34Erick Simpson Aguilera Pma507pty bloggupan kunjams lup'kix uk ukan yatisi:মারিয়া মোরেন (@এ্যাসকাডেলিয়১৯৮৬) [স্প্যানিশ ভাষায়] মারিয়া, বর্তমান সরকারকে ম্যানুয়েল এ্যান্টোনিও নরিয়েগার স্বৈরশাসনের সাথে তুলনা করেছেন:
35Ngäbes jilanakan nacionalan uraqin arxatawipat ukar yanapt'amp tukt'ayta.এই সরকার নরিয়েগা সরকারের চেয়েও খারাপ, এখন মার্টিনেলী যা করছে তা হচ্ছে গোপন পরিকল্পনা এবং আর তার জন্য সে ধারালো চাকু উত্তোলন করছে।
36Kunatix jan wali gobiernox Canadienses mineramp Coreanas minerampir aljañ muni.ড্যানিয়েল আকোস্টা (@ড্যারো০৫) [স্প্যানিশ ভাষায়] বলছেন যে দেশটির বর্তমান পরিস্থিতির জন্য সকল রাজনীতিবীদ দায়ী:
37Kunatakix riqueza naturalar q'altayañ muni.আমি বিশ্বাস করি যে, এখন দেশটিতে যা ঘটছে তার জন্য পানামার সকল রাজনীতিবীদ দায়ী!
38Markar jan wal tukuyaspa, uk gobiernor mayiñ munarakta.
39Kunatix Panamá markar jan wali uñjayañataki.মার্টিনেলীকে দ্রুত এর সমাধান খুঁজে বের করতে হবে!!!!!
40Ukampirus inversionanaka, turismo, económico jach'anchanakar yanqhachaspa.ব্লগার এরিক সিম্পসন আগুয়েলারা, তাঁর ব্লগ পামা ৫০৭ পিটিওয়াই-এ তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে [স্প্যানিশ ভাষায়]:
41নাগাবেস-এর ভ্রাতা, যারা তাদের জন্মভুমির জন্য লড়াই করছে, আমি তাদের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছি, যে এলাকা সাধারণত, এক স্বৈরশাসক সরকার কানাডা এবং কোরিয়ার খনি খননকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছে, আমাদের সপ্রাকৃতিক সম্পদ ছিনতাই এবং ধ্বংস করার জন্য, দেশটিক সরকারহীন এবং বিশৃঙ্খল করার মত পরিস্থিতিতে উৎসাহ প্রদান করা উচিত নয়, এটি পানামার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, দেশের বিনিয়োগ, পর্যটন, এ সবের উপর প্রভাব ফেলছে, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, দেশের মানুষ যার অভিজ্ঞতা লাভ করছে; এ সকল বিষয় এড়ানো যেতে পারে যদি তারা নাগাবেস বুগলেস-এর কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে, এবং আইনের মাধ্যমে বলা যায়, খনি খনন অথবা অনুসন্ধান নয়, নয় কোন জলবিদ্যুৎ কেন্দ্র।
42Ukampixa, Ngäbes Buglés p'iqinchirinakamp aruskipapxaniwa, ukjaxa, janiw yanqhachawinakax utjkaniti.যদিও বর্তমানে মনে হচ্ছে যে এই সমস্যার সমাধান ঠিক মূহুর্তে সম্ভব নয়, তবে সকলের মঙ্গল বয়ে আনবে এমন সমাধানের জন্য পানামার নাগরিকরা এখনো আশা ত্যাগ করেনি।
43Jan thaqachäwi, jan minera explotación, janirak Comarcan hídrica sat chiqpachar qhananchayañatak iyaw sapxaspa.
44Anchhichhanakanx walt'at janjamaw lurañjamakitixa, Panameñonakax ukjampachaw suma walt'at taqinitak suyasipkiwa.