# | aym | ben |
---|
1 | Argentina, Chile ukat Bolivia markanakan #Dakar2015 ukar suyasipki | আর্জেন্টিনায়, চিলি এবং বলিভিয়া, ডাকার ২০১৫-এর জন্য প্রস্তুত |
2 | Imagen de parte del recorrido del Dakar 2012 en Argentina. | আর্জেন্টিনায়, ডাকার ২০১২ নামক গাড়ি প্রতিযোগিতা, ছবি লাউরা স্কেনেইডার-এর। |
3 | Foto de Laura Schneider Carreras automovilísticas Dakar, ukax 4 uru chinuqa phaxsit 2015 maran qalltasini ukax latinoamericano ukanx: Argentina, Chile ukat Bolivia kimsa markaruw purt'ani 13 uruw phuqhasini. | “ডাকার” হচ্ছে বিশ্বের অন্যতম এক চ্যালেঞ্জি মোটর গাড়ি চালানো প্রতিযোগিতা, যা এ বছরের ৪ জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে এবং এই প্রতিযোগিতা ল্যাটিন আমেরিকার তিনটি দেশ জুড়ে অনুষ্ঠিত হবে, আর প্রতিযোগিতার এই ১৩ দিন, গাড়িগুলো আর্জেন্টিনায়, চিলি এবং বলিভিয়া পরিভ্রমণ করবে। |
4 | 2015 Buenos Aires markat 4 uru chinuqa phaxsin qalltani, ukatx aknïr markanakawj makiptani Villa Carlos Paz, San Juan, Chilecito ukatx Cordillera de los Andes makiptani ukatx Copiapó Chile markaru ukatx Antofagasta Iquique markaruw purini. | ২০১৫ সালের এই প্রতিযোগিতার যাত্রা শুরু হবে বুয়েন্স আইরেস থেকে, আর ৪ জানুয়ারি হচ্ছে এর যাত্রা শুরুর দিন, এবং যাত্রা পথে এটি ভিলা কার্লোস পাজ, সান জুয়ান, চিলেসিটের মত শহর অতিক্রম করবে এবং আন্দিজ পর্বতের মাঝ দিয়ে চিলির কোপিয়াপো, আন্তোফাগাস্তা এবং ইকুইকুয়ে গিয়ে পৌছুঁবে। এরপর রাস্তা ভাগ হয়ে যাবে ইউয়ুনি-এর দিকে, যা বলিভিয়ায় অবস্থিত। |
5 | | ২০১৪ সালের সাথে এবারের পার্থক্য হচ্ছে এ বছর পেরু এই গাড়ি দৌড়ে অর্ন্তভুক্ত নয়। |
6 | Ukatsti khä Uyuni Bolivia markaruw purini, ukatsti Chile ukanjamarakiw kutt'awayxani Buenos Aires markar puriñkama. 2014 maranjamx Perú markachiqx janiw makiptawaykaniti. | ২০০৯ সালের পর থেকে এই প্রতিযোগিতা ল্যাটিন আমেরিকায় অনুষ্ঠিত হচ্ছে, যা ২০০৮ সালে চারজন ফরাসী নাগরিক ও মৌরিতানিয়ার তিন সেনা খুনের ঘটনার পর থেকে এই এখানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া শুরু হয়। |
7 | Latinoamérica uksanx 2009 maratpachaw atipt'asiwix utjawayi, ukatx París-Dakar, ukatw utjañapana, ukax janiw phuqhasiwayxiti, kunalaykuti pusi franceses ukat kimsa militares mauritanos ukanakar jiwayapxatapata. | “ডিয়ারিও ভাসকো”-এ ড্যানিয়েল হার্নানদেজের ব্লগ, “ডাকার ২০১৫” প্রতিযোগিতা শুরুর পূর্বে জাহাজে করে গাড়ি এই এলাকায় নিয়ে আসার দিনগুলোর কথা আমাদের জানাচ্ছে: অবশেষে সামান্য বিশ্রাম নেওয়ার সুযোগ এসেছে। |
8 | Daniel Hernandez jupan blogupanx Diario Vasco ukanx Dakar 2015 ukatak purinxatapatw qillqt'i: | লে হাভ্রে বন্দরে গাড়িগুলোকে নিয়ে আনার জন্য গ্রহণ করা চূড়ান্ত প্রস্তুতির পূর্বের দিনগুলো পাগলের মত কেটেছে । |
9 | Akurunakax Le Havre k'añaskunakax purinxiwa; 645 k'añaskuw purini, ukankax askinjam uñakiptatawa. | আমাদের গাড়ি সহ মোট ৬৪৫ টি গাড়ি কঠিন যাচাই পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করেছে, আর এখন আমরা বলতে পারি আমরা এই অভিযাত্রায় যাচ্ছি। |
10 | Dakar 2015, ukax wakicht'irinakan pajinapan  uñjapxasma; | আপনি সংগঠনের ওয়েবপেজের মাধ্যমে #ডাকার২০১৫ সংক্রান্ত সকল সংবাদ জানতে পারবেন। |