# | aym | ben |
---|
1 | | চীনে রেল স্টেশনে বোমা হামলায় নিহত ৩, আহত কয়েক ডজন |
2 | China markanx estación de trenes ukanx mä explusion ukaw utjawayi: kimsa jiwata ukat walja usuchjatanakaw utjawayi | উরুমকি ট্রেন স্টেশনে বোমা হামলায় ৩ জন নিহত হয়েছে। এনটিডি চায়না নিউজ থেকে নেওয়া স্ক্রিনশট। |
3 | | চীনে জিনজিয়াং প্রদেশের দূরবর্তী পশ্চিমাঞ্চলে অবস্থিত উরুমকি রেল স্টেশনে বুধবারে এক বোমা বিস্ফোরণে তিন জন লোকের মৃত্যু এবং ৭৯ জন লোক আহত হয়েছে। |
4 | Explosión en la estación de trenes Urumqi que terminó en la muerte de tres personas. | এ বোমা বিস্ফোরণ ইরানের আকৃতির এই প্রাকৃতিক সম্পদশালী প্রদেশটিতে উপজাতি সম্পর্কিত উত্তেজনা বেশ বাড়িয়ে তুলেছে। |
5 | Captura de pantalla de NTD China News. | এ ঘটনা নিরাপত্তার ভয়ানক চ্যালেঞ্জগুলোর উপরও গুরুত্ব আরোপ করেছে। |
6 | | বছরের এই সময়ে সাধারণত: আরোহীরা ১ মে উপলক্ষে তিন দিনের জাতীয় ছুটি পেয়ে থাকে বলে রেল স্টেশনগুলো একেবারে কানায় কানায় ভরে যায়। |
7 | | রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া প্রচার মাধ্যম এই বোমা বিস্ফোরণটিকে একটি গোপন সন্ত্রাসী পরিকল্পনা হিসেবে চিহ্নিত করেছে। |
8 | Khaysa inti jalant China tuqin aka miercoles urux Urumqi trena sayañan utjawayatayna mä phallawiwa. | তাঁরা আরও বলছে, দুষ্কৃতিকারীরা নাগরিকদের ছুরিকাঘাত করেছে এবং বিস্ফোরন ঘটিয়েছে। |
9 | | চীনা প্রেসিডেন্ট জি জিনপিং যখন এ অঞ্চলে সফরে এলেন, ঠিক তাঁর পর পরই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটল। |
10 | | সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এ অঞ্চলে “সন্ত্রাসের” বিরুদ্ধে তিনি “উপযুক্ত পদক্ষেপ” গ্রহণ করবেন। |
11 | | এ ধরনের বিচ্ছিন্ন হামলা যেন বড় সড় ধর্মযুদ্ধের আকার ধারন করতে না পারে, সে পরিস্থিতি প্রতিরোধ করতে নেতৃত্বের মাধ্যমে জোর প্রচেষ্টা চালিয়ে তিনি জিনজিয়াংকে আলাদা করার প্রতিশ্রুতি দেন। |
12 | Ukat jiwatanakax kinsaniw uñsti ukjamarus paqalltunk llatukaniw usuchjataraki. | এই প্রদেশটি মূলত: সংখ্যা লঘু উইঘুরদের আবাসস্থল। |
13 | Aka trinan sarnaqarinaqax jichhanakjama wal phuqasipxi kunati kimsuru irnaqawinakat samarañaw utji, ukat aka samarawix mä uru llamay phaxsit saraqkipan qalltawayi. | এ সম্প্রদায়ের লোকেরা সম্পূর্ণ ভিন্ন একটি ভাষায় কথা বলে। জিনজিয়াং প্রদেশের রাজধানী শহর উরুমকিতে ২০০৯ সালে সহিংস সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। |
14 | Agencia Xinhua yatiyaw yatiyirix amanut phallaw luratäkaspas ukjam amuyawayapxi ukjamarus pandilliruw mä jaqir kuchillump chhuquntawayatayna ukat mayak phallawayi ninamitanakax sasaw yatiyawayapxaraki. | দাবি করা হয়, এই দাঙ্গায় প্রায় ২০০ লোক মারা যায়। এ অঞ্চলটিতে সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায় হান তাদের প্রতাপ প্রতিষ্ঠা করতে তৎপর। |
15 | Uka markar Presidente China XiJingpin tumpatapat uka phallawix utjawayi. | গণনার দিক থেকে এখন এ প্রদেশের অর্ধেক জনসংখ্যা তারাই। |
16 | Ukjamarus arsuwayiwa “acción decisiva” contra los “terroristas” ukanakata, ukajamarus Jefatura ukan irnaqirinakarux jallallawayarakiwa. | বেইজিং বলছে, এই প্রদেশে যথেষ্ট উন্নয়ন ঘটানো হয়েছে এবং উন্নয়নমূলক কাজে সকল সম্প্রদায়কে সমান চোখে দেখা হয়েছে। |
17 | Urumqi, jach'a qamañ markan Xinjiang ukan khuri maymara pä waranq llatunkanina pä jisk'a comunidadaw ch'axwañ qalltawayaxana ukat pä patak jiwatanakaw uñstawayarakina. | কিন্তু উইঘুর অধিকার দল কর্তৃপক্ষের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ এবং বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ এনেছে। |
18 | Kunati walja patankir jaqinakaw uka markar mantantawayapxi. Beijing tatax siwa nayax aka Xinjian markar wali suma qamañ apanta ukjamarakiw taqpacha patat mantanir jaqinakar jan jisk'achas sumar uñjawayta. | রেল স্টেশনে বোমা বিস্ফোরণের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ঝি বলেছেন, “আমাদেরকে বুঝতে হবে যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ একটি দীর্ঘ মেয়াদী, জটিল এবং সূক্ষ্ণ প্রক্রিয়া। |
19 | Maysatsti Uighur jaqinakat arxatirinakax juch jaquwayapxi marka irptirinaruwa. | সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে কোন রকম ঢিলেমি চলে না। |
20 | Presidente Xi tatax uka phallatxat sawayiwa akjama, - amuyapxañasawa, janiw jasakiti uka jan wali jaqinakar chhaqayañaxa, ukat jayatakpun ukanakx chhaqtapiysna. janiw uka terrorista jaqinakar thaqañax jayratakikiti jan ukasti mäkiw unxtañaspa sasa. | সন্ত্রাসীদের আগ্রাসনকে দৃঢ়তার সাথে দমন করতে কিছু সুস্পষ্ট পদক্ষেপ নেয়া উচিৎ।” এই হামলার পর উরুমকিতে রেল সার্ভিস পুনরায় চালু করার আগে প্রায় দুই ঘন্টার বিরতি রাখা হয়। |
21 | | চীনের সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সেবা সিনা ওয়েইবোতে বোমা বিস্ফোরণের ছবিগুলোকে ঘষামাজা করতে সেন্সরগুলো খুব দ্রুত কাজ করছে। |
22 | | সিনা ওয়েইবোর পাশাপাশি কিছু রাষ্ট্রায়ত্ত প্রচার মাধ্যমে কেবল রেল স্টেশনে পুলিশের পাহারা দেয়ার কিছু দৃশ্যের ছবি পোস্ট করা হয়েছে। |
23 | Ferroviaron irnairnakax pä uraw sayantawayapxi, ukat uka saraqatatsti willtataw irnaqirinakapax irnaqqhatawayapxaraki. | রাজনৈতিকভাবে কিছুটা কম সংবেদনশীল সিনা ওয়েইবোতে থাকা কয়েকটি আলোচনা নিচে উল্লেখ করা হয়েছে। |
24 | Wali uñt'atan Microblogueo Irnaqirinakapax ukar Sina Weibo ukanakamp mäkiw phallaw foto apsut imantañatak wal unxtasiwayapxaraki. | লুডা সিসি লিখেছেনঃ চীন সংখ্যা লঘু সম্প্রদায়ের প্রতি অপেক্ষাকৃত ভাল আচরণ করা হয়েছে। |
25 | Ukatxa policianakan fotonakapak uchkatawayapxarakitayna Sina Weibo. Luda Cici qillqawayiwa [zh]: | আমি মনে করি, যারা এ ধরনের ভুল কাজ করছে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ নয়। |
26 | | যেখানে কোন উপজাতি গোষ্ঠী বাস করে সেখানেই সন্ত্রাসীদের এতটা সক্রিয় হওয়ার কারন হচ্ছে, তারা আমাদের বোঝাতে চায় যে যেখানেই কোন উপজাতি সম্প্রদায় থাকবে সেখানেই সন্ত্রাসীরা থাকবে। |
27 | China markax uka juk'a patat mantanir jaqinakar wal sumaruw uñjawayi, ukat janiw jan wali amuyux utjkiti, jan ukasti uka terrorista jaqinakaw patat mantanir jaqinak taypin chikancht'asitapxi ukat jupanakax munapxi payar t'aqqhawayañwa. | তারা এই উপজাতি অধ্যুষিত এলাকাকে পৃথক করার আশা নিয়ে এমন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে থাকে। জিনজিয়াং'এ বসবাসকারী জিয়াওশিদাই দাফাঙ্গকে জোর দিয়ে বলেছেনঃ |
28 | Xiaoshidai Dafangke, jupax Xinjiang ukan jakasi, exhortó [zh]: | আমি জিনজিয়াং'এ থাকি এবং এখন আমি একটি ছোট গোষ্ঠীতে বসবাস করি। |
29 | Xiaoshidai Dafangken jakasir Xinjiang ukan akham arsuwayi, Nayax Xinjian marcankasktwa ukat jichhasti mä jiska markan jakaskta, Uighur markan jakasirinakax wali suma jaqipxiwa ukjamarus wali munasirioxarakiwa, ukat aka ch'axwawix ukjama uka jan wali iyawsawin ukar yanqha chuyman laykuwa. | উইঘুর সম্প্রদায়ের সাধারণ লোকেরা খুব দয়ালু এবং তাদের একটি সুন্দর মন আছে। কিছু সংখ্যক ধর্মীয় চরমপন্থী এবং যারা বিভক্তি করণের কারনে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এটা [বোমা হামলাটি] ঘটিয়েছে। |
30 | Nayax suyaskwa suma amuyt'awi ukat jan patat mantanir jaqinakar jucha jaqupxaspati. | আমি আশা করি, সবাই সঠিক উপায়ে এই সমস্যাটিকে চিহ্নিত করতে পারবেন। |
31 | | আমি এটাও আশা করি যে সমগ্র উপজাতি সম্প্রদায়টিকে এই হামলার জন্য দায়ি করে কেউ সাধারণের অতিরিক্ত কোন সিদ্ধান্তে উপনীত হবেন না। |
32 | Twitter, Jan Henryk Dabrowski política étnica ukxat arsuwayi: | জ্যান হেনরিক ডাবরোওসকি টুইটারে উপজাতি নীতি নিয়ে মন্তব্য করেছেনঃ |
33 | Kunamsa uka jan wal politica etnicidad Union Sovietica, jan walt'añ apxayasiwayi uka comunista China marka ukjamarus jan wali, akat qhiparux Han ukar Uighurs uka pä markan ch'axwawipamnakax wali jach'aniwa. | ইউক্রেন সংকট সৃষ্টিকারী সোভিয়েত ইউনিয়নের ভুল উপজাতি নীতির মতো চীনের কমিউনিস্ট পার্টিও একটি ভুল উপজাতি নীতি অনুসরণ করছে। এই ভুল নীতি ভবিষ্যতে একটি খারাপ ফলাফল নিয়ে আসবে। |
34 | | একদিন হান এবং উইঘুরদের মাঝে যুদ্ধ দেখা দিবে। |