# | aym | ben |
---|
1 | Túnez: Capital jach’a avenidan qhurut arst’awinakax janiw utjkaspati sasin sapki ukatuqit phiñasiwinaka | তিউনিসিয়া: তিউনিসের প্রধান সড়কে প্রতিবাদ নিষিদ্ধ করায় ক্ষোভ |
2 | Tunez markankir cibernautanakax avenida Habib Bourguiba ukan qhurut arsusiñax janiw satak ukxatw wali phiñasit arst'apxi. | কায়রোর তাহরির চত্বরের মতই তিউনিসিয়ার রাজধানী তিউনিসের প্রধান সড়ক হাবিব বরগুইবাতে সমাবেশ নিষিদ্ধ করায়, তিউনিসীয় ব্লগাররা তাদের ক্ষোভ প্রকাশ করেছে। |
3 | 28n achuqa phaxsimxa, Ministerio del Interior Túnez markatax kunayaman qhurut arsusiwinakx jark'at'awayiwa, avenidatuqinx aljasiri ukhamarak turistas ukanakax janiw ukham qhurut arsusiwinak ist'añ munapkti sasinw jilir irpir uñt'ayapxi. | উক্ত সড়কে অবস্থিত বানিজ্যিক ও পর্যটন সংক্রান্ত ব্যাবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রনালয় ২৮ মার্চ তারিখ থেকে সেখানে সকল ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। |
4 | Avenida Habib Bourguiba. Tab59 (CC BY-SA 2.0) Flickr tuqin apakatat jamuqawa. | সম্প্রতি একই সময়ে একই সড়কে বিক্ষোভ আয়োজন করায় ইসলামপন্থী ও উদারপন্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। |
5 | Slim Amamou, blogger tunecino ukhamarak ex Secretario de Estado para la Juventud ukax tuytiyiwa: | হাবিব বরগুইবা সড়ক। ছবি ফ্লিকার ব্যবহারকারী ট্যাব৫৯-এর, ( সিসি বাই-এস এ ২. |
6 | Ligislador ukax qhurut arsusiwinakarux janiw sasint jark't'i Interior se ha convertido en legislador para prohibir el derecho constitucional de protestar? | ০)। তিউনিসীয় ব্লগার ও প্রাক্তন যুব মন্ত্রী সালিম আমামু টুইট করেন: প্রতিবাদের সাংবিধানিক অধিকার নিষিদ্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয় কি সাংসদে পরিণত হচ্ছে? |
7 | Dicen que la Avenida Habib Bourguiba ukax janiw satawa…está prohibida… ¿Kunas akaxa…? | তাঁরা বলছেন হাবিব বরগুইবা সড়কে নিষিদ্ধ…এসব কি.. |
8 | Mä qhurut arsusiwiruw jawsayi: | তিনি প্রতিবাদের ডাক দেনঃ |
9 | Tunez markanx ukax qharüru 30 uru achuqa phaxsinw tukusxani. | আগামীকাল ৩০ মার্চ, তিউনিসিয়ায় জরুরি অবস্থার অবসান ঘটবে। |
10 | ¡Arsusir sarapxama! | প্রতিবাদ অব্যাহত থাকবে! |
11 | [Ministerio del] Interior ukarux jan ist'apxamti. | স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কথায় কান দিবেন না। |
12 | Blogger ukhamarak wikipedista Habib M'henni sutinix Amamou ukaruw tuytiyas jayst'i [fr]: | আমামুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্লগার ও উইকিপিডিয়ান হাবিব মেহনি টুইটে বলেন: |
13 | Mä jach'a [en] estado de emergenciankañax aka phaxsinx tukusxiwa. | ধারাবাহিক ভাবে চলতে থাকা জরুরি অবস্থার এ মাসে অবসান ঘটবে। |
14 | Uñt'at blogger Azyz Amami, Revolución Tunecina uka utjki uka pachaw jist'antatäna, ukatx Slim Amamou ukarux tuytiyasaw jastäna: | তিউনিসীয় বিপ্লবে গ্রেফতার হওয়া প্রখ্যাত ব্লগার আজেজ আমামি, সালিম আমামুর টুইটে সাড়া দেন এভাবে: |
15 | Janiw nayrïr kuti akanakax lurkiti. | বেজন্মাগুলো এ কাজ প্রথমবারের মত করে নি। |
16 | Blogger Tounsiahourra ukax yatiyiwa, Día de la tierra ukat mä vigilia utjañapax janiw iyawasatakänti [en]: | তোউনিসহোররা নামক ব্লগার জানাচ্ছেন যে, ভুমি দিবস-এর জন্য আয়োজিত এক কার্যক্রমের অনুমতি প্রদান করা হয়নিঃ |
17 | [Ministerio del] Interior ukax janiw nayax iyawsiskti sasinwa arst'i, Teatro Municipal avenida Bourguiba ukatuqinx janiw kuna qhurut arsusis sartawinakas utjañapakiti. | স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আগামীকাল বারগুইবা সড়ক অবস্থিত পৌরসভার সামনে ভূমি দিবসের জন্য আয়োজিত মোমবাতি প্রজ্বলনের অনুমতি প্রদান করেনি। |
18 | | আর এরজন্য তারা অজুহাত প্রদান করে যে, এখানে সকল প্রকার প্রতিবাদ নিষিদ্ধ করা হয়েছে। |