Sentence alignment for gv-aym-20120629-4387.xml (html) - gv-ben-20120608-27679.xml (html)

#aymben
1Irán: Mayni mutuñ utan jist'antat bloguerow manq'at mutuñankiকারাবন্দী ইরানী ব্লগার শুষ্ক অনশন ধর্মঘট শুরু করেছে
2Iran markan bloguerunakan jan walt'äwinakapax utjaskakiwa: Hossein Ronaghi Maleki mayni bloguerox mutuñ utan jist'antataw jikxtasi, 15 mara jist'antatañatak uñt'ayata.ইরানের ব্লগারদের বেদনাদায়ক কাহিনী এখন এক নতুন মাত্রা লাভ করেছে: হোসেইন রোনাঘি মালেকি, ইরানের এক কারাবন্দী ব্লগার, তাকে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
3Tatapax mutuñ utax jan walt'añ utawa ukatx wawapan maymururt usutatapat wal llakisi.হোসেইন-এর পিতা বলছেন, কিডনির দুর্বলতার কারণে স্বয়ং জেল হচ্ছে হোসেইন-এর জন্য একটা অত্যাচার।
4ব্লগারের শরীরে মোট পাঁচবার অপারেশন করা হয়েছে,কিন্তু প্রতিবার অপারেশন-এর পর তাকে আবার সেই কারাগারে ফেরত পাঠানো হয়, যে কারাগারে না আছে চিকিৎসা সুবিধা, উপযুক্ত পুষ্টিকর খাবার প্রদানের ব্যবস্থা,বা না আছে কিডনি বিশেষজ্ঞ।
5Hossein jupax quirófano ukarux phisqha kutiw sarxatayna, ukampirus mayamp mtuñ utar khitxapxatayna.১৯ মে ২০১২ তারিখে হোসেইন এক অনশন ধর্মঘট শুরু করে।
6Hossein jupax 19 uru llamayu phaxsit 2012 maran manq'at mutuñamp qalltawayatyana qullayasiñ utan qhiparañatak mayt'asa, ukatx qullayasiñ utarux irpxapxapuninwa, 7 uru mara t'aqa phaxsitx Hossein jupax wasitamp manq'at mutuñar mantxarakiw sasinw yatiyxapxana yatiyxapxi.তার এই অনশনের শুরুর কারণ ছিল খুব সাধারণ: যা ছিল অপারেশনের পর হাসপাতালে থাকার এবং কারাগারে ফিরে না যাবার অধিকারে দাবির জন্য। অনশনের পর তার স্বাস্থ্যগত অবস্থা ক্রমশ খারাপের দিকে গড়াতে থাকে, এবং ঘটনাক্রমে এরপর তাকে এক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
7মানবাধিকার ওয়েবসাইট হেরানা সংবাদ প্রদান করেছে যে [ ফার্সী ভাষায়] বুধবার, ৭ জুন তারিখ থেকে হোসেইন হাসপাতালে “শুষ্ক” অনশন ধর্মঘট শুরু করেছে, যার মানে হচ্ছে সে এর পর থেকে আর পানিও পান করছে না।
8Hossein Ronaghi Malekiহোসেইন রোনাঘি মালেকি
9হোসেইন রোনাঘি মালেকি সম্বন্ধে এডাম এ্যাভেলুশন বলছে [ফার্সী ভাষায়]:
10সে কোন গায়ক নয়, সে কোন ফুটবল খেলোয়াড় নয়, সে নিজেকে নগ্ন ভাবে উপস্থাপন করেনি এবং সে কোন অভিনেতা নয়।
11Adam Evolution ukax [fa] Hossein Ronaghi Maleki jupxatw uñt'ayi. arst'i [fa]:সে কেবল ইন্টারনেটে অবাধে প্রবেশের জন্য লড়াই করেছে। তার বয়স ২৭ বছর, এবং তাকে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
12Janiw jayllirikiti janirakiw anatirikisa.জেলে সে দশ মাস একাকী একটি কক্ষে কাটিয়েছে।
13তার শরীরে পাঁচবার অপারেশন করা হয়েছে এবং সে একটি কিডনি হারিয়েছে।
14Jupasti janiw kuna jan walt'awinakankañs munkiti, internet ukan qilqañanakamp juk'amp sarantaskañak mayt'i, ukhamarus 27n maraniwa, jupasti 15n mara mutuñ utan jist'antatañatak uñt'ayatawa, tunka phasiw mutuñ utankxi ukatsti phisqha kutiw operayasitayna, ukhamarus mä maymurunikixiwa.ফেরইয়াদ৩রাঙ্গ লিখেছে [ফার্সী ভাষায়]: হোসেইনের মা বলছে যে জেলে থাকা অবস্থায় বেশ কয়েকবার তার সন্তানের অধিকার ভঙ্গ করা হয়েছে এবং একজন আইনজীবী পাবার মত তার অধিকার অস্বীকার করা হয়েছে।
15Faryade3rang qilqt'iwa [fa]:জেলে থাকা সন্তানের বিষয়ে কথা বলার সময় তিনি কাঁদছিলেন।
16হোসেইন রোনাঘি মালেকির সমর্থনে নাজনিন ১১ জুন তারিখে এক অনশন ধর্মঘটের আহ্বান জানিয়েছে [ফার্সী ভাষায়]।
17Hossein mamapax siwa, janiw derechunakapax yäqatakiti, ukampirus arxatirix janiw sarakitaynawa, jupasti wal yuqapan mutuñ utankatapat jachi.হোসেইন-এর ঘটনা এবং তার শুরু করা অনশন ধর্মঘটের প্রতি সচেতনতা বৃদ্ধিতে ফেসবুকে একটি পাতার সৃষ্টি করা হয়েছে।
18Nazanin mä jawsawi uñt'ayi [fa] qalltañatakix mä manq'at 11 urukipanx mutuñampiw qallti Hossein jupar yanpt'añataki.এই ব্লগারের প্রতি সমর্থনে নাগরিকদের উদ্দীপ্ত করার লক্ষ্যে গত বছর ইউটিউবে এক ধারাবাহিক স্লাইড শো প্রকাশ করা হয়েছিল:
19Ukatx Facebook paginanx mä pagina jist'ari mä p'arxtayawi lurañataki.ওমিদ রেজা মীর সায়াফি ইরানের প্রথম ব্লগার যিনি ১৮ মার্চ ২০০৯ তারিখে তেহরানের এক কারাগারে মৃত্যুবরণ করেন।
20Maymarax YouTube ukan jamuqanak uñt'ayapxi, bloguerur yanapt'añataki.আসুন আমরা প্রচারণা চালাই, প্রার্থনা করি এবং আশা করি যেন এ রকম বিয়োগান্তক ঘটনা যেন আর না ঘটে।