Sentence alignment for gv-aym-20091120-98.xml (html) - gv-ben-20091029-7170.xml (html)

#aymben
1China: ¿Jach’a Yatxatawiti Jan Ukasti Lura Yatiqawicha?চীন: স্নাতকের অভিসন্দর্ভ নাকি বাস্তব প্রশিক্ষণ?
2Jach'a Utan yatichaw amtawinakapax wali uñakipatataynawa inti jals tuqinsa inti jalant tuqinsa.পূর্ব ও পশ্চিমা বিশ্বে বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রয়োজনীয়তা আর কার্যাবলী সব সময়ই বেশ বিতর্কিত বিষয়।
3China tuqinxa taqi jaqipuniwa saraki,yatichawix sayraqatr sartayayiriwa sasina, aka qhipa urunakanxa, jach'a yatiqañ utanakanx yatiqirinakax walpin yapxattawayaraki.চীনে মানুষ গভীরভাবে বিশ্বাস করে যে উন্নতির অন্যতম উপায় হচ্ছে শিক্ষা আর গত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
4Juk'ampirusa, kunjamatix yatitaki tsumani qullqis minust'awayarakiwa walja markanakana aka qallta maratpacha ukjamatwa utjawayi juk'a irnaqawinakaki khitinakatix jach'a yatiqañ utan yatxatatapki jupanakataki, wali suyt'atarakiwa jach'a yatiqañ utanakax amparamp lurañ yatichapxaspan amuyunak, yatxatawinak yatiqkamayaxa.তবে বছরের শুরুতে অর্থনৈতিক যে সুনামি হানা দিয়েছে এ অঞ্চলে তার ফলে বিশ্ববিদ্যালয় স্নাতকের বেকারত্বের সমস্যা বেড়েই চলেছে। যার ফলে আশা করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় গুলো গবেষণা আর জ্ঞান অন্বেষণের চেয়ে বাস্তব সম্মত আর বৃত্তিমূলক প্রশিক্ষণের উপরে জোর দেবে।
5Aka jichha phaxsinwa Departamento de Periodismo Sichuan uka jach'a utanwa mä aruskipawi internet tuqi utjawayatayna, aka jach'a yatiqañ utanx qhipartayawayapxataynawa, mä jach'a yatxataw qillqawi [en].এই মাসে অনলাইনে একটা উত্তপ্ত বিতর্ক শুরু হয় যখন সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ সিদ্ধান্ত নেয় যে ডিগ্রি পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্নাতকের থিসিস (অভিসন্দর্ভ) বা বিশদ গবেষণা পত্র রচনার প্রয়োজন নেই।
6Ukjamata tukuyirinakaxa amuy qillqanapakxa periódico uksanakan sum uñacht'axapxañapataki.তার চেয়ে স্নাতকদের যোগ্যতা নির্ধারণ করা হবে তারা সংবাদপত্রে যেসব প্রতিবেদন আর মন্তব্য ছাপাবে তার মানের উপরে।
7Departamento de Periodismo ukan irptiripasti akjamrak arsusiwayatayna:সাংবাদিকতা বিভাগের প্রধান এই সিদ্ধান্ত ব্যাখ্যা করেছেন:
8Jach'a yatxataw qillqawisti wali suma amuy jikxatawpunrak munasi mä kunawjataki.থিসিস (অভিসন্দর্ভ) লিখতে কোন বিশেষ ক্ষেত্র নিয়ে গবেষণা আর অন্তর্দৃষ্টির প্রয়োজন পড়ে।
9Ukjamarus jumax amuyt'amaya: ¿qhanakiskiti mä jach'a yatxataw tukuyirix machaq amuyunispan teorías o historias del periodismo tuqitxa?কিন্তু একবার ভেবে দেখেন, একজন স্নাতক শ্রেণীর ছাত্র বা ছাত্রীর কাছ থেকে কি সাংবাদিকতার ইতিহাসের উপরে নতুন ধারণা বা তত্ত্ব আশা করা বাস্তব সম্মত?
10Phuqachasiñatakixa, yatiqirinakax maysat mayt'asisax uchapxakispawa: aka tuqix jan waliruw yatiqirinakarux irpasktan.প্রয়োজনীয়তা পূরণের জন্য, তারা কেবলমাত্র নকল করতে পারে; আমরা শিক্ষার্থীদের জোর করছি পঙ্কিলতার পথে হাঁটতে।
11Aka periodismo tuqinxa mä sawkaw utji akjam sata: jach'a utat tukuyirinakaxa tatipxiwa kunaws maransa The Times ukax utt'ayasiwayi; postgradun yatxatirinakasti kuna phaxsinsa; doctoradun yatintirinakasti kuna urunsa.সাংবাদিকরা এই ব্যাপারটি নিয়ে ঠাট্টা করছে: “স্নাতক শ্রেণীর শিক্ষার্থীরা জানে কোন সালে দ্যা টাইমস প্রতিষ্ঠিত হয়েছে, মাস্টার্সের শিক্ষার্থীরা জানে কোন মাসে, পিএইচডির শিক্ষার্থীরা জানে কোন তারিখে।“
12Akjam yatxatawixa uñacht'ayiwa qawqha jayanktantixa chiqpach yatxataw tuqitxa.এই শ্লেষপূর্ণ গল্প তুলে ধরে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বাস্তবতা বর্জিত আর একেবারে কাজের না।“
13Wali ch'axwañrakiw aka amtaw laykux internet tuqin utjawayatayna.এই সিদ্ধান্ত অনলাইনে উত্তপ্ত বিতর্কের সৃষ্টি করেছে।
14Aka 盛大林 [zh] tax uka jach'a utan tukuyirinakax janiw wakicht'atapkiti uka amuyumpinawa.শেং ডালিন (盛大林 ) সমর্থন করেছেন এই দাবী যে স্নাতক শ্রেণীর শিক্ষার্থীরা থিসিস লেখার ক্ষমতা রাখেন না:
15Ma jach'a yatxatawix mä jan walt'awit yatxatawiwa.থিসিস কোন একটা সমস্যা নিয়ে গবেষণা করে তারপর লেখা হয়।
16Ukax mä jach'a yatxatawix nayrir jisk'a yatxataw qillqaw sañ muni.তার মানে লেখার আগের শর্ত হল গবেষণা করা। কিন্তু একজন স্নাতক শ্রেণীর ছাত্র বা ছাত্রী কি গবেষণা করতে পারেন?
17Ukjamipansti ¿kuna jach'a yatxatawrak tukuyirist luraspasti? Tukuyirinakatakixa, nayrir nayrir lurawinakapax yati chiqapar juk'ampi nayraqatar sartayapxañanakapawa.স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের কাজ হচ্ছে তাদের পড়ার আসল জ্ঞান বা দক্ষতা গ্রহণ করা নিয়ম করে।
18Tukuyatanakax janiw suma yatiñamp phuqachatapkiti jach'a yatiñ nayraqatar sartayañatakix, jisnawa; yatiqaw thaki taypinxa janiw, kunamas yatxatañax uka yatintawix utjkiti.আমরা বলতে পারি যে স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের গবেষণা করার মতো জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতা নেই, শিক্ষা ব্যবস্থায় গবেষণার পদ্ধতি অন্তর্ভুক্ত না।
19¿kunamakpunraksti ma yatiqirist jach'a yatiqañst qhanstayxaspasti?একজন ছাত্র বা ছাত্রী ‘গবেষণা ‘ছাড়া ‘অভিসন্দর্ভ' কিভাবে লেখে?
20Aka 乐透 [zh] tuqinxa, jupax kawknir jan walt'awitix yatiqirinak tukinx utjki ukaruw nayraqat uñti- suma irnaqäwi- aka jach'a yatiqaw lurañasti chippach jakawitxa wali jayankaskapuniwa.লোটো (乐透 ) সরাসরি স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের সব থেকে বড় সমস্যা তুলে ধরেছেন- চাকুরি নিশ্চিত করা- আর থিসিস লেখা যে এই বাস্তবতা থেকে একেবারেই আলাদা:
21Pusir marankir yatiqirjamasti, kuntix yatiqirinakax lurapki ukx yatwa.চার বছর ধরে স্নাতক শ্রেণীর শিক্ষার্থী থাকার পরে, আমি জানি ছাত্র-ছাত্রীরা কি করছে।
22Walja t'aqanakaruw jaljatäspa: khitinakait juk'amp yatxatañar qillqayasipki, khitinakatix guwirnutaki irnaqañ munapki jan ukasti yaqha irnaqawinakataki.তাদেরকে বেশ কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়: পোস্ট গ্রাজুয়েটের জন্য আবেদন করা, সরকারি চাকুরির জন্য আবেদন করা বা অন্যান্য চাকুরির জন্য আবেদন করা।
23Khitinakantix ch'amax utjkix jupanakax kimspach lurapxaspaxa.যাদের সামর্থ আছে তারা তিনটিই এক সাথে করতে পারেন।
24Maysatsti jan kuna yatisa, taqin yatxatirinakapuniw jach'a yatiqañx qillqapxañanakapaxa.কিন্তু যাই হোক না কেন, সকল শিক্ষার্থীদেরকে স্নাতক থিসিস দেখাতে হবে।
25Aka kamachix jaya maranakarakiw utjxatäna, suma lurañakiw jan ujtxiti.এই নিয়ম অনেক বছর ধরে চলে আসছে, কিন্তু এর মান আর কার্যকারিতা দ্রুত নিম্নগামী।
26Mä jach'a utan yatirin chanipasti janiw wali suma jach'a yatxataw qillqañankkiti.একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যোগ্যতা মানে নেই এমন থিসিসে ধরা পড়বে না।
27Jupanakax juk'am yatssusipkañapakiwa, kunawsatix chiqpach sarnaqawinx uñstayapkaspan ukhakama.তাদের আরো প্রশিক্ষণের প্রয়োজন বা দরকার অভিজ্ঞতা যাতে তার সামাজিক বাস্তবতার মুখোমুখি হতে পারে।
28Maysatsti, 周育民 [zh] jupax yatiqirinakax uka jach'a qillqawx qillqapxañanakakipuniwa sarakiwa:তবে, ঝু ইউ মিন (周育民 ) এই সিদ্ধান্তের বিপক্ষে এবং থিসিস লেখার প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে বলেছেন:
29Uka jach'a yatxataw yatichawisti mä jupapachp amtawiwa.ছাত্রদেরকে থিসিস লেখা শেখানো এমনিতেই শিক্ষাগত একটা লক্ষ্য।
30Yatiqirinakar jan imt'as yatichañawa, jan walt'awinak walir kutikiptayañanakapataki, akasti mä jach'a yatxataw chiqapar qillqañ amuyuwa.এটা শিক্ষার্থীদেরকে জানার, ব্যাখ্যা করা আর একটা সমস্যার সমাধান করতে শেখানোর প্রক্রিয়া, আর এই চিন্তাধারাকে একাডেমিক থিসিস রূপে প্রকাশ করা।
31Aka yatïwinakampikiwa mä suma yatiw chipxa qatuqarakispaxa.এই ক্ষমতা থাকলেই কেবলমাত্র একজন শিক্ষার্থী স্নাতক ডিগ্রির প্রয়োজনীয়তা পুরণ করে।
32Wali suma jach'a yatxataw qillqañax janiw askipunikiti.থিসিসের মান খুব বেশী দেখার বিষয় না।
33Yatiyawinak pachar puriñkamasti, juk'amp yatiñax nayrar saraskakiwa.আমরা যখন তথ্যের যুগে প্রবেশ করছি, আমাদের শ্রমের মানের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে।
34Ukjamipanwa jach'a yatiqañ utanakas phuqhantaskaki.এটাও একটা কারণ কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এত জনপ্রিয়।
35Yatiqirinakar wali lup'iña yatichxañasti, ukjamrak kuntix yatiqapki ukarjam yatichañax, jach'a yatiqañ utanakanx jaya jach'a amtawikis ukapuniñapawa.আমাদের উচ্চ শিক্ষার লক্ষ্য থাকা উচিত ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেয়া প্রাপ্ত জ্ঞানকে জটিল ভাবে চিন্তার জন্য ব্যবহার করা।
36Tukuyañatakisti, 朱四倍 [zh] jupax kuntix yatiqawimpix luraskaspan ukax janiw walikaspat sawayarakitaynawa.পরিশেষে, ঝু শিক্ষার ব্যবহারের উপরে বেশী জোর দেয়াকে সমালোচনা করেছে:
37Janipuniw akch'as jan jach'a yatxataw qillqaw jan jach'a yatiqañ utanakan utjxaspan ukjax walikaspati, ukjamarak yaqhawjanakan utjaskaspan ukjaxa.আমি এই দৃষ্টিকোনের সাথে একমত না যে পেশাদারী আর প্রযুক্তি বিজ্ঞানের বিশ্ববিদ্যালয় স্নাতক থিসিসের প্রয়োজনীয়তা বাতিল করতে পারে, আর গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় তা রাখতে পারে।
38Akax mä phiskasiwikiwa.এটা দায়িত্ব হীন হওয়ার একটা বাহানা।
39Jach'a Yatiñ utax jach'a yatiñanak uñakipañ yatintañatakiwa, uka wali suma manq'ataksnasa ajaytuqinxa ukjamarak lup'iñ tuqinsa.বিজ্ঞানের অগ্রগামী দিকে পড়ালেখার স্থান হল বিশ্ববিদ্যালয়, যার মানে হল মুক্ত গবেষণা আর সমালোচনার মনোভাব ধরে রাখা।
40Nayatakija, akax janiw sayt'ayañxamakit sañax, kuntix jach'a yatiqañ utax , yatiqirinakas ukjamarak markas lurki uk uñacht'ayi.আমার জন্য, এটা বলার থেকে যে এটা অনিবার্য ধারা, এটা বিশ্ববিদ্যালয়, ছাত্র-ছাত্রী আর সমাজের উপযোগবাদী মনোভাব দেখায়।