# | aym | ben |
---|
1 | Cuba: Blogerunakax Internet “Offline” tuqitwa Wayru Martí Tuqin Aruskipapxi | কিউবা: রেডিও মার্তিতে ইন্টারনেট “অফলাইন” নিয়ে ব্লগারদের আলোচনা |
2 | Aka 22uru sata qallta phaxsit 2011 marat saraqkipanwa, mama Karen Caballero Marti wayrun sarayiripxamax, mä aruskipäwi wakicht'atayna,uka tuqinxa blogerunaka; : Yoani Sánchez, Orlando Luis Pardo Lazo ukjamarak Jaqinakat yatxatat- antropólogo khaya Universidad de la ciudad de Nueva York (CUNY), Ted Henken yatiqirinakapampi. | গত ২২শে সেপ্টেম্বর, রেডিও মার্তির উপস্থাপক কারেন কাবালেরো একটি আলোচনা অনুষ্ঠান উপস্থাপন করেন যাতে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক-এর নৃ-তত্ত্ববিদ এবং ব্লগার টেড হেনকেন, ইওয়ানি সানচেজ ও অরল্যান্ডো লুই পার্ডো লাজোসহ কয়েকজন কিউবান ব্লগার এবং হেনকেনের বেশ কিছু ছাত্র। এটি ছিল রেডিও মার্তির একটি অভূতপূর্ব অনুষ্ঠান। |
3 | Akasti wali wakiskiripunitaynawa aka wayru Martí-takixa. Aka wayrusti EE. | এ্রই স্টেশনের অনুদান ও নির্দেশনা আসে সরকারি সম্প্রচারমূলক বোর্ড নামের যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল এজেন্সি থেকে। |
4 | UU. uka markan qullqiñchatataynawa, akjam amtäwi tuqi Broadcasting Board of Governors [en]. | এই যুক্তরাষ্ট্রীয় এজেন্সি যেসব দেশে বেসরকারী মিডিয়ার স্বাধীনতা কম অথবা নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে রেডিও ও টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার করায় মনোনিবেশ করে। |
5 | Ukjamipansti aka Marti Wayrusti tata Castro kuntrarakiw sat'asiritayna, ukjamatwa khitinakatix EE. UU. wali munapayapki jupanakaru arxatasa. | রেডিও মার্তির অনেক অনুষ্ঠানই স্পষ্টভাবে ক্যাস্ত্রো-বিরোধী এবং কিউবার উপর মার্কিন ধারণার অনুগামী; এই স্টেশনটি কয়েক দশক ধরেই মার্কিন-কিউবার রাজনৈতিক সম্পর্কের বাহক হিসেবে পরিচিতি লাভ করেছে। |
6 | Aka wayrusti jichha kutinxa, blogerunakamp aruskipañwa amtawayatayna. Uka blogerunakasti janiw Castro kuntrakisa ni jupampipkarakisa. | কিন্তু বিশেষ এই অনুষ্ঠানটিতে কিউবানদের একটি দলকে (ব্লগারদের) নিয়ে বলা হয়েছে যারা নিজেরদেরকে কখনো কিউবান সরকারের ভিন্ন মতাবলম্বী বলে মত পোষণ করে না বা বিরুদ্ধাচরণ করে না। |
7 | Täqi jupanakasti aka jichha kast arskipäwi WEB 2.0 tuqit aruskipawayapxatayna. Yatiñasatakixa, Cuba markanxa janiw wali internet ukax utjkiti. | অংশগ্রহণকারীরা কিউবায় ক্রমবর্ধমান ব্লগার ও সামাজিক মাধ্যম, এবং দ্বীপ অঞ্চলে নতুন মাধ্যমের সৃজনশীল ব্যবহার নিয়ে আলোচনা করেছেন যেখানে ইন্টারনেট ও মুঠোফোন প্রবেশের হার একেবারেই কম। |
8 | Tata Orlando Luis Pardo Lazo, jamuqatanak apsuri, blogapasti Boring Home Utopics, aka kunjamasa Internet “offline” ukaxa, uka tuqitwa aruskipayawarakitayna. : | বোরিং হোম ইউটপিকস ব্লগের ফটোগ্রাফার অরল্যান্ডো লুই পার্ডো লাজো মিডিয়ার সাথে জড়িত তরুণ কিউবানদের নির্মিত ইন্টারনেট “অফলাইন”-এর বিবরণ দেন। কিউবায় ইন্টারনেট সংযোগের হার খুবই কম…তারপরও বিকল্প কারিগরি ব্যবস্থা আছে। |
9 | janixay aka Cuba jach'a markanx internet ukax wal utjkchitixa, ukjamipanwa Internet “offline” tuqix yatiykipayasita. | |
10 | Blog uka qillqat yatiyäw aruskipäwinakax janixay internet tuqinkxchitixa jan ukasti discos, CDnaka, memorias flash, DVDnaka uka tuqin qillqantataxiwa, ukatsti täqi uka yatiyäwinakasti maynit maynitrak sariritayna | এটাই ইন্টারনেট “অফলাইন”, ইন্টারনেট ব্যতীত ইন্টারনেট…কিউবার অভ্যন্তরীণ ইমেইল ব্যবস্থার সাহায্যে ব্লগের লেখা বিভিন্ন পাঠকদের পাঠানো হয়…ডিস্ক, সিডি, ফ্ল্যাশ ড্রাইভ, ডিভিডি ইত্যাদির মাধ্যমেও ব্লগের লেখা ও অন্যান্য তথ্য ছড়িয়ে হাতে হাতে পৌঁছে যায়… |
11 | Mama Sánchez jupax aka “Blogger Academy” tuqinkiritaynawa, ukjamarus yaqhanakar WEB 2.0 yatichañatakirakiw yatichäwinak wakt'ayiritayna. | সানচেজ তার “ব্লগার একাডেমি” এর বিবরণ দেন, যেখানে তিনি বন্ধু ও অন্যান্যদের কিউবানদের কাছে অপিরিচিত নতুন মিডিয়ার যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে শেখান। |
12 | Upasti sarakiwa”describió a: “Celularanakamamp ch'irwsuñkam yatiykipasipxama”, ukjam amuyumpiw “qillqaña” jamuqanaka, waruqatanaka ukjamaraki “tuitiyañs” SMS tuqs yaticht'arakiritayna. | তিনি “সাকুয়েন এল মাক্সিমো পোতেনসিয়াল দে সু মোভিল” [মোবাইল ফোন দ্বারা অনেক কিছু পাও] নামের একটি কর্মশালায় অংশগ্রহণকারীদের এসএমএস এর মাধ্যমে ছবি, ভিডিও ও টুইট বার্তা পাঠাতে শেখান। |
13 | Mayni tata Henken yatiqiripaw jiskt'atayna, sasina: kunas amtäwimaxa aka blog yatichañatakixa. | হেনকেনের ছাত্রদের একজন সানচেজকে ব্লগার হিসেবে তার লক্ষ্য নিয়ে প্রশ্ন করেছিল। আপনি আপনার বার্তা কেন পৌঁছাতে চান? |
14 | ¿Khitirus yatiyäwinakamampix purta? | মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া বা অন্যান্য কিউবানদের কাছে? |
15 | ¿Estados Unidos markankirinakaru, Europankirinakaru, Asiankirinakaru, jan ukasti yaqha cubanunakarucha? | এবং আপনি আপনার বার্তা ইন্টারনেটে কেন পাঠান যেখানে কিউবায় ইন্টারনেট চালনা কষ্টসাধ্য? |
16 | ¿ukjamarus kunatsa aka internetanx qillqta, janixay khitis internetx sinti uñapkchitixa? | আমার পছন্দের পাঠক হবে আমার প্রতিবেশী…কিন্তু ইন্টারনেটেই হবে এমন কোন কথা নেই। ইন্টারনেট শুধুমাত্র একটি সম্ভাবনা। |
17 | Aka utax ch'iqaxankiris kupixankiris ullart'akispawa. | আমরা বুঝতে পেরেছিলাম যে, তারা আমাদেরকে রেডিওতে, টেলিভিশনে এমনকি জাতীয় সংবাদ মাধ্যমে এক মিনিটও সময় দেবে না। |
18 | Ukjamarus internet tuqikirakiw jupanakarux puriristxa. | তাই আমাদেরকে ইন্টারনেট ব্যবহার করতে হয়েছিল যা, নাগরিক প্রতিক্রিয়ার একমাত্র জায়গা। |
19 | | প্রকৃতপক্ষে, প্রতিক্রিয়া ও তথ্য প্রকাশের জন্য সে দেশে ইন্টারনেট উপযুক্ত হওয়ার ক্ষেত্রে এখনো বহু দূরে, অনেক কিউবানদের জন্য ইন্টারনেট এখনো অজানা জায়গা, এবং একটা ব্লগ বা একটা টুইটার অ্যাকাউন্টের সামান্য ধারণাও দুর্বোধ্য। |
20 | Amuyañ sipanxa janiw khitis arsusiñasx munapkiti, ni mä wayrusa, ni mä televisionasa, ni mä qillqat yatiyawinkirinakasa. | কিন্তু যেসব কিউবানরা অনলাইনে হতে পারে, তারা ইন্টারনেট “অফলাইন”-এও অংশও নিতে পারে, ব্লগ আর সামাজিক নেটওয়ার্কগুলো যোগাযোগ ও মনোভাব স্বাধীনভাবে প্রকাশের জন্য জায়গা করে দিয়েছে। |
21 | Ujamipanwa janiw internetxamax arsusiñanakaxatakix utjkiti. Juk'ampisa internetar mantañx waljaninakaw jan amuyapkiti, ukjamipansti ch'amaskiwa taqinir yatiyañaxa. | এটি একটি উপন্যাস আর এটা খুব শক্তিশালী, এবং এর সামাজিক প্রভাব কম এবং মন্থর, কিছু ব্লগার বিশ্বাস করেন যে, দ্বীপ অঞ্চলে প্রযুক্তির কারণে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। |
22 | Ukjamtawa internet offline ukax yanapt'apxitaspa nanakpach aruskipasiñxa. | কিউবান কবি ও লেখক আন্তোনিও জোসে পোঁতে, যিনি এই কথোপকথনে অংশ নিয়েছেন, তিনি ব্যাপারটি সমর্থন করেছেন। |
23 | Arawiku qillqiri tata Antonio José Pontex, aka aruskipawinxa chikañchasiwayarakitaynawa, akjam sasinrakwa arst'awayatayna. | দিনে দিনে তথ্য আরো দৃশ্যমান হচ্ছে-মানুষ এখন জানতে আর ভীত নয়। যোগাযোগের নতুন রূপের কারণেই এগুলো বিলীন হয়ে গেছে। |
24 | | *যখন এই অনুষ্ঠানটিতে কিউবায় নতুন মাধ্যমের সুস্পষ্ট অবস্থান নিয়ে শ্রোতাদের জানানো হচ্ছিল, তখন এই সম্প্রচারটি আপনা-আপনিই কিউবা-কেন্দ্রিক মাধ্যমগুলোর একটি অজানা দিক উন্মোচিত করছিল। |
25 | [S]apa kutiw juk'at juk'at jaqinakax yatiyawinakarux jan axsarapkxiti. | এই সিরিজের দ্বিতীয় অংশে টেড হেনকেনের একটি সাক্ষাৎকার থাকবে, যিনি মার্কিন সরকারের আর্থিক সহায়তায় নির্মিত রেডিও মার্তিতে তার কাজের অভিজ্ঞতার বিবরণ দেন। |
26 | Täqi uka axsarañanakasti aka machaq qillqaw yatiyawinak tuqiw chhaqtaski. | *ব্যবহৃত ছবিটি ফিল গেস্ট এর তোলা এবং সিসি লাইসেন্স বিওয়াই-এসএ ২. ০ এর আওতায় পুন:প্রকাশিত। |