# | aym | ben |
---|
1 | Sudáfrica: Copa de Mundo Sat Uñt’at Vuvuzelanakxat Arsüwi | দক্ষিণ আফ্রিকা: ভুভুজেলা নিয়ে বিশ্বকাপ বিতর্ক |
2 | | সম্ভবত ২০১০ সালের বিশ্ব কাপের এই পর্যন্ত সব থেকে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে স্টেডিয়ামে ৩২টি প্রতিযোগী দেশের ভক্তদের পড়া রঙ্গীন পোশাক। |
3 | Inas aka Copa Mundial 2010 uñjawix yaqhip 32 markanakan inchas ukanakar mä k'ajkir ukjam uñt'aychi. | কোন সন্দেহ ছাড়া, খেলার মূল উল্লেখযোগ্য শব্দ হচ্ছে ভুভুজেলার লাগাতার আওয়াজ, যা খেলা দেখতে আসা দর্শক বা যারা টেলিভিশন দেখছেন তারা ক্রমাগত শুনতে পাচ্ছেন। |
4 | Ukatx sonido satax vuvuzelan uxupjatapat uñt'ayi, uñtasirinakan ukjamarak telivision uñtirinikan ist'apxañapawa. | এই বিশেষ শব্দ বিতর্কের সৃষ্টি করেছে যে ভুভুজেলা বিশ্বকাপের অভিজ্ঞতাতে কিছু যোগ করছে নাকি কেড়ে নিচ্ছে। |
5 | Sonido ukax vuvuzela satan aruskipawip jarjawayi, Copa de Mundo satan yatiñaprux yapxatiti, jan ukax pisiqtayicha. | স্থানীয় দক্ষিণ আফ্রিকার ফুটবল প্রেমিকদের জন্য খেলা দেখার সময় স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে ভুভুজেলা বাজানো, আর তারা ভাবেন যে এত চিন্তার কি আছে। |
6 | Sudafricanunakatakixa,vuvuzela ukax anatañ uñjañax mä natural ukjamawa, ukatx jiskt'asipxiwa. | তবে, আন্তর্জাতিক দর্শকদের জন্য এই প্লাস্টিকের বাদ্যযন্ত্রের শব্দ বিশেষ একটি কিছু। |
7 | Kawkiris uka uxuwixa? | ফুটবলের শহরে ভুভুজেলার ছবি। |
8 | Ukampirusa, sonido ukax uñjir saririnakatakix mä jichha uñstir yäjamawa. | তুলেছেন আলভেজ এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত |
9 | Aka aruskipawix 2009 Copa Confederacionanakaruw uñjayi, Sudafrican jach'anchata, walja Mundialan anatir chuymaninakatakix sonido satampix nayrïr chikanchasiwinwa, yaqhipanakax vuvuzelax estadion ukan jan chikanchaskpati sasaw mayipxana. | এই বিতর্ক ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত কনফেডারেশন কাপের সময় থেকে শুরু হয়, যেটা বিশ্বের অনেক ফুটবল প্রেমিকের কাছে এই শব্দের সাথে প্রথম পরিচয়। কেউ কেউ স্টেডিয়াম থেকে ভুভুজেলাকে নিষিদ্ধ করার আহ্বান জানান যাদের মতে এর ফলে খেলার মজা নষ্ট হয়। |
10 | FIFA Sepp Blatter sat p'iqinchirix Copa de Mundo 2010n vuvuzelanakan chikanchasiñaparux yanapt'awayiwa. | ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার, অবশ্য ২০১০ সালের বিশ্ব কাপে ভুভুজেলার পূর্ণ ব্যবহারের সমর্থন দেন। |
11 | Ukatx siwa Copa de Mundo africana ukarux janiw turksnati” [en] | তিনি বলেছেন, ”আফ্রিকার বিশ্ব কাপকে আমাদের ইউরোপের মতো করা উচিত না।“ |
12 | Jichhax torneo ukax mä qawqha urunakampix internet ukan mä t'aqa ukjamaw tukuwayxi, mayipki ukanakatakix [en], ukapachaparakiw vuvuzelar arch'ukipki ukanakatakisa. | এখন খেলা শুরু হবার মাত্র কয়েক দিনের মধ্যেই, যারা এই ব্যাপারে অভিযোগ করেন তারা ইন্টারনেটে এ নিয়ে ব্যপক আলোচনা করছেন। এমন কি যারা এটি সমর্থন করেন তারাও যোগ দিয়েছেন আলোচনায় আর ভুভুজেলার বিপক্ষের লোকদেরকে যারা সমালোচনা করছেন তারাও বসে থাকেন নি। |
13 | Yaqhip FIFA yatiyawis vuvuzelan arch'ukiwir talevisionan uñt'ayatañapa. [en] waljaniw nayraqatar sarantaskakiniw sasaw amuyapxäna. | যদিও এমন শোনা যাচ্ছে যে যারা টেলিভিশন দেখছেন তাদের অভিযোগের প্রেক্ষিতে ফিফা ভুভুজেলা নিষিদ্ধ করতে পারে, অনেকে মনে করছেন এটা চলতেই থাকবে। |
14 | Anas Qtiesh sat twiteruxa, sonido ukarux mä insecto de enjambrejam kikipt'awayi [en], estadio ukar fumijañ munta. | সিরিয়ার টুইটার ব্যবহারকারী আনাস কিতিয়েশ একঝাঁক পোকার সাথে এই শব্দের তুলনা করেছেন আর লিখেছেন, ”আমাদের দরকার স্টেডিয়ামে কীটনাশক দেয়া, মৌমাছির ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে।“ |
15 | Twitter ukanx walja cuentanakaw vuvuzelan arsuwinakapxat yanapt'añatak uñsataski: @stopvuvuzela>, @vuvuneela ukatx@vuvunee. | বেশ কয়েকটা টুইটার অ্যাকাউন্ট বের হচ্ছে ভুভুজেলা সম্পর্কে আরো বেশি অভিযোগকে স্বাগত জানানোর জন্যে - যেমন @স্টপভুভুজেলা, @ভুভুনিলা আর @ভুভুনি। |
16 | Yaqhanakax Sud african futbol arxatañaruw jank'acht'asipxäna. | অন্যরা দক্ষিণ আফ্রিকার ফুটবলের ঐতিহ্যকে দ্রুত সমর্থন করেছেন। |
17 | Michelle Sibanda@pinkiminx36 satax qilqt'i. | মিশেল সিবান্দা (@পিঙ্কমিঙ্কস৩৬) লিখেছেন: |
18 | Vuvuzela sat sutinix markasan uñt'ataxiwa, ukatx janiw arsuñanakapar yäqkañaniti. | ভুভুজেলা আমাদের দেশের ঐতিহ্যের অংশ…তাই না, আমরা এটা বাজানো বন্ধ করবো না আর গরু বাড়ি না ফেরা (সূর্যাস্ত) পর্যন্ত আপনারা অভিযোগ করতে পারেন!!!” |
19 | Mä qawqhaninakatakix vuvuzelan uxutapax qhanpach uñicht'awayi. | কারো কারো জন্য ভুভুজেলার গুনগুন আওয়াজ মজার মনে হয়েছে, যারা তাদের অভিযোগকে হালকা ভাবে দিয়েছেন। |
20 | Daniel Reeder @onekind satax siwa: | ড্যানিয়েল রিডার্স (@ওয়ানকাইন্ড) জানিয়েছেন: |
21 | Occidente ukax katjiw uxuritapa, ukatx twitter ukaruw wastamp amtayi vuvuzelat arsuwinak uñachat'ayañataki. | পশ্চিমা বিশ্ব আফ্রিকাকে আবিষ্কার করেছে, এটাকে জোরালো, নিয়ম ছাড়া আর অতিরঞ্জিত - এই হিসেবে - আর তাই টুইটারের আশ্রয় নিয়েছে অভিযোগ করার জন্য #ভুভুজেলা |
22 | Qhiparusti, Karobo Harry @kayrabH satax mä arsuw uñt'ayasaw uchi. | পরিশেষে, কারাবো হ্যারি (@কায়রাবিএইচ) সব আলোচনা বিবেচনা করে একটি পরামর্শ দিয়েছেন: |
23 | Vuvuzela, sonido sutininakatix phiñasiyapxstam Ear Plugs jupar thaqtapxam ( jinchu llupt'asiña) Analfabetismumpit pisin jakañampit arsusipxama. | #ভুভুজেলার শব্দ যদি আপনাকে বিরক্ত করে তাহলে আপনি #কানের প্লাগ ব্যবহার করবেন আর এর থেকেও বড় জিনিষ যেমন #অশিক্ষা আর #দারিদ্রতা নিয়ে অভিযোগ করুন। |