# | aym | ben |
---|
1 | Arabia Saudita: Warminakarux juicios públicos ukar sarapxañapax jark'atawa | উন্মুক্ত বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণে নিষিদ্ধ করা হয়েছে সৌদি নারীদের |
2 | Aka qillqatax jiwasan coberturasxatawa: Reformistas a juicio Arabia Saudita markana | এই পোস্টটি আমাদের সৌদি আরবে সংস্কারবাদীদের বিচার সংক্রান্ত বিশেষ কভারেজের একটি অংশ। |
3 | Jueces sauditas ukanakax warminakan juicios públicos ukar jan sarapxañapatak jark'asipkakiwa, janiw jak'a wila masinakapkaspasa. | সৌদি বিচারকরা উন্মুক্ত বিচারে অংশগ্রহণ থেকে নারীদের নিষিদ্ধ করা অব্যাহত রেখেছেন, এমনকি যদি তারা খুব নিকট আত্মীয়ও হয়। |
4 | Wasüru [18 uru willka kuti phaxsinaxa], Umar Al-Saeed, juparuw payir sesion uka lurapxi jupax derechos humanos uksan p'iqt'iripawa, Asociación Saudita de Derechos Políticos ukat Civiles [en] (ACPRA, ingles arun siglani), Buraidá markana. | গতকাল [১৮ জুলাই] দেশের নেতৃস্থানীয় মানবাধিকার সংস্থা “সৌদি নাগরিক ও রাজনৈতিক অধিকার এসোসিয়েশন (এ সি পি আরএ)” এর সদস্য উমর আল সাইদ এর চলমান বিচারের দ্বিতীয় অধিবেশন সৌদির বুরাইদাহ শহরে অনুষ্ঠিত হয়। সেশনটি গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে অনুমিত ছিল। |
5 | Juywis uruw uka sesion ukax apasiñapana, ukarux walja activistas jupanakaw ukan chikañcht'asiñatak sarapxäna. | বেশ কিছু কর্মী সেখানে উপস্থিত হওয়ার পর কোন পূর্ব নোটিশ ছাড়াই তা স্থগিত করা হয়েছে। |
6 | Al-Saeed, 23 maraniwa, 28 uru qasäwi phaxsinw jist'antatäna arxatirinakax janiw yatipkatnti. | ২৩ বছর বয়সি আল সাইদ, একজন আইনজীবী ছাড়া জিজ্ঞাসাবাদ করতে অস্বীকার করায় গত ২৮ শে এপ্রিল গ্রেফতার হন। |
7 | Jacchax paqallquniw ACPRA ukat mutuñ utan jist'antata. | বর্তমানে, এসিপিআরএ'এর সাত সদস্য কারারুদ্ধ অবস্থায় রয়েছেন। |
8 | Wasurux uka sesion ukanxa, Al-Saeed jupax jiskt'irirux jan walt'ayiritw jaysäna: | গতকাল সেশনের সময়, আল সাইদ অভিযোগে সাড়া দেন এবং অসদাচরণ এর কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়: |
9 | Warminakap jak'atw jiskt'atana. | আমি যখন হাত কড়া পড়া অবস্থায় ছিলাম তখন জিজ্ঞাসাবাদ কড়া হয়। |
10 | | তাঁরা হাতকড়াটি অপসারণ করতে অস্বীকার করে এবং তা ছিল খুবই শক্ত এবং বেদনাদায়ক। |
11 | | এছাড়াও প্রশ্নকর্তা উত্তেজক অবস্থায় ছিলেন, আমাকে “তুমি একটি ষাঁড়, তুমি অপরাধী” বলে অভদ্রভাবে ডেকেছেন এবং আরও অনেক কিছুই আছে যা আমি আর বলতে চাই না। |
12 | Jiskt'irix aparañ munitäna sasa. | আজকের সেশনে অংশগ্রহণকারীদের কিছু অংশ। |
13 | Yanqhachapxitanwa sasa. | আলাজমি০১ থেকে পাওয়া। |
14 | Jiskt'irix yanqha arunakampiw situ: “mä basura, criminal ukhamatawa sasa” ukat yaqhanakampi janiw ukanakwasitamp arskiristi. | উপরন্তু, স্নাতক পড়া একজন সিনিয়র বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল সাইদ যখন গ্রেপ্তার হন তখন বলেছেন যে, জিজ্ঞাসাবাদের সময় তাঁকে ব্ল্যাকমেইল করা হয়: |
15 | Algunos de los que asistieron a la sesión de hoy via alajmi01 Ukampirusa, Al-Saeed, jupax yatiqirinwa niay atukuyañampixanwa: | প্রশ্নকর্তা আহমেদ আল থুক্রি যা চেয়েছেন তা যদি স্বীকার না করি তাহলে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার হুমকি দেন। |
16 | Jikst'ir Ahmed al-Thukri jupax jan waltayituwa: qhiapa yant'äwinakax janiw saña ukjama arunakampiw arch'ukitu. | আল সাইদ এর স্ত্রী এবং মা সেশনে অংশগ্রহণ করার চেষ্টা করেছিলেন। কিন্ত বিচারক নাকচ করে দেন। |
17 | Al-Saeed jupan warmipa ukhamarak mamapax sesion ukankañ munapxäna, nayrur sesion ukanx mayni jues jupax akhama sasaw arst'äna “chachanakax suficiente ukhamawa sasa”. | আগের বিচারের সময় অন্য একজন বিচারক এসিপিআরএ'এর আরেক নেতৃস্থানীয় সদস্য আবুলকরিম আল-খাদারকে বিচার অংশগ্রহণ করতে দিতে অস্বীকার করেন এবং বলেন, “পুরুষরাই যথেষ্ট ভাল“। তিনি পরে গ্রেফতার হন। |
18 | Aka qillqatax jiwasan coberturasxatawa: Reformistas a juicio Arabia Saudita markana | |