Sentence alignment for gv-aym-20141129-6930.xml (html) - gv-ben-20141204-45918.xml (html)

#aymben
1Latinoamericano-nakax “Chespirito” sarawayxatapat jachapxiকৌতুক অভিনেতা ‘চেসপিরিতোকে’ ল্যাটিন আমেরিকার বিভিন্ন প্রজন্ম বিদায় জানাচ্ছে
2Méxicon 85 mara phuqkasaw “Chespirito” (pequeño Shakespeare) sutimp uñt'at Roberto Gómez Bolañosax sarawayxi.ল্যাটিন আমেরিকার অন্যতম প্রিয় এক কৌতুক অভিনেতা রবার্তো গোমেজ বোলানিওস পরিচিত ছিলেন “চেসপিরিতো” (অথবা “খুদে সেক্সপিয়ার”) নামে, যিনি ২৮ নভেম্বর তারিখে ৮৫ বছর বয়সে মেক্সিকোতে মৃত্যুবরণ করেছেন।
3Chespiritox tiliwisiyun wakichäwinak uñstayirïnwa.চেসপিরিতো ছিলেন মেক্সিকোর অন্যতম সফল এক নির্মাতা।
4Yatiyäwinakampiw qalltäna, ukat rayrumpitak sinimpitakiw irnaqäna, ukjaruxa, 1970 maratx wakichiri, aktura ukat irpiri ukjamarakïnwa.তিনি বিজ্ঞাপনে জগতে সৃষ্টিশীল নির্মাতা হিসেবে তার পেশা শুরু করেন এবং এরপর তিনি রেডিও ও চলচ্চিত্রে চিত্রনাট্য লেখক হিসেবে কাজ করেন।
5Ukjan walja pirsunajinakpin uñstayäna, ukax aka uraqpach muytanïna ukat Latino Américan jichhürunakax wali uñt'atawa.পরবর্তীতে, ৭০ দশক-এর পরে তিনি তার নিজের অনুষ্ঠানের নির্মাতা, অভিনেতা এবং নির্দেশকে পরিণত হন, যেখানে তিনি অজস্র চরিত্র নির্মাণ করেন যা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং ল্যাটিন আমেরিকা জনপ্রিয় সংস্কৃতিতে প্রবেশ করে।
6Nayraqatax “El Chapulín Colorado” ukampiw uñt'ayasïna, jupax jisk'a taña, t'uxpi ukat plastik martillu (el Chipote Chillón) ayt'atänwa.তার অনুষ্ঠান থেকে প্রথম যে চরিত্রটি বিখ্যাত হয় সেটি ল্যাটিন আমেরিকার হিরো, নাম এল চাপুলিন কলোরাডো” , খুদে এবং বেঢপ এক সুপারহিরো, যার অস্ত্র হচ্ছে প্লাস্টিকের এক হাতুড়ী ( এল চিপেতো চিলন), সে সকল সমস্যার সমাধান করতে পারে কারণ সে “ঠাণ্ডা মাথায় সব হিসেব” করে।
7Ukampix kuna jan wals askichakïnwa, kunattï “fríamente calculado” ukjamänwa.
8Uka pirsunajinakan “Ch” ukaw wali wakiskirïna.চরিত্রের এই মহাবিশ্বে, সিএইচ অক্ষরটার একটা নিজস্বতা রয়েছে।
9Ukjaruxa, Chespiritox El Chavo uk uñstayäna, jupax wisinunakampiw jakasïna, yatiñ utaruw saräna ukat torta de jamón (un sándwich) ukak munäna .
10Yaqha pirsunajinakasti, El Doctor Chapatín, El Chómpiras ukat Chaparrón Bonaparte (dentro de la sección “Los Chifladitos“) ukanakarakïnwa. Wakichäwinakapax mexicano tiliwisiyunampin niya taqpach kuntinintimpin uñicht'ayatänwa.পরবর্তীতে, চেসপিরিতো পুনরায় এক বিনম্র এলাকার ছবি তৈরী করেন এবং তাতে তিনি এল চাভোর-এর জীবন প্রদান করেন, সে হচ্ছে আট বছরের এক এতিম বালক, যে তার জীবন প্রতিবেশীদের সাথে ভাগাভাগি করে নেয়, সে স্কুলে যায় এবং মাংস দিয়ে তৈরী খুব সাধারণ এক “টোরটা” (স্যান্ডউইচ)-এর স্বপ্ন দেখে।
11Jichhasa, 40 marxaruxa, yaqhip markanakan uñicht'asiskakiwa. Chespiriton wakichäwinakapax kuntinintinakan walja arunakar jaqukipat kunarakiwa.তার অন্য সব চরিত্রগুলোর মধ্যে রয়েছে এল ডাক্তার চাপিতান, এল চোম্পিরাস,চাপারোন বানাপারতে বা “খুদে উন্মাদ এক” যা (“লস চিফালাদিতোস) এ প্রদর্শিত হয়েছিল।
122009 marat redes sociales uksanakan Bolañosaw jiwxi sarakiw amanut sapxäna.
13Ukampins dibujos animados ukamp Twitter kuyntapampix uñt'ayasiskakïnwa, kuyntapanx 4 millun arkiriniwa ukat sapüruw wali jach'anchapxi.
14Jichhürux taqi chaqatpin jilat kullakanakax qillqt'anipxi:তার নাটক মেক্সিকোর টেলিভিশন এবং ল্যাটিন আমেরিকার প্রায় সকল দেশে প্রদর্শিত হয়েছে।
15Tu legado estará siempre con nosotros.এমনকি চল্লিশ বছর পরেও তার নাটক বিভিন্ন ভাষা এবং মহাদেশে প্রদর্শন করা হচ্ছে।
16Descanse en Paz Roberto Gómez Bolaños #OrgulloTricolor pic.twitter.com/8S9ovLusPS Yatichäwimax jiwasampipuniskaniwa.২০০৯ সালের পর থেকে তার স্বাস্থ্য ক্রমশ খারাপ হয়ে পড়ার কারণে দীর্ঘ সময় ধরে বিভিন্ন দফায় স্যোশাল মিডিয়ায় তার মৃত্যু নিয়ে মিথ্যে গুজব ছড়াচ্ছিল।
17Roberto Gómez Bolañosax samarañ jikxatsam #OrgulloTricolor pic.twitter.com/8S9ovLusPS - Selección Mexicana (@miseleccionmx) November 28, 2014২০০০-এর মাঝামাঝি সময়ে তিনি দ্বিতীয় দফা জনপ্রিয় হয়ে ওঠেন, যার জন্য তার কাজের ভিত্তিতে তৈরী কার্টুন চরিত্র এবং পরবর্তী টুইটার একাউন্টকে ধন্যবাদ, যার প্রায় চল্লিশ লক্ষ অনুসারী রয়েছে এবং সেখানে তার সকল অর্জনের জন্য তিনি প্রতিদিন অভিনন্দন লাভ করে যাচ্ছিলেন।
18Cristian Fernandox mä jamuqan wali uñt'at pirsunajinak ch'iqiyi:মেক্সিকোর জাতীয় ফুটবল দল সহ বিভিন্ন নাগরিক স্যোশাল মিডিয়ায় এই প্রবাদ প্রতীম ব্যক্তিকে বিদায় জানান:
19Murió Roberto Gómez Bolaños.আপনার রেখে যাওয়া কাজ সবসময় আমাদের সাথে থাকবে।
20Los personajes de Chespirito en una foto. http://t.co/R49u5rfvS9 pic.twitter.com/wSQO7n3jbe“
21Roberto Gómez Bolañosax janchin jaytawayxistuwa.শান্তিতে ঘুমাও রবার্তো গোমেজ বোলানিওস।
22Chespiriton pirsunajinakapax mä jamuqan uñsti. http://t.co/R49u5rfvS9 pic.twitter.com/wSQO7n3jbe“
23- Cristian FernandoBSC (@cristianfer27) November 28, 2014ক্রিস্টিয়ান ফার্নান্দো তার সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোকে একটি ছবিতে প্রদর্শন করছেন:
24Eduardo Marín-ax Chapulín Coloradox wali uñt'ataw sasin qhanancht'i.
25Aquí queremos más al Chapulín que a Batman.রবার্তো গোমেজ বোলানিওস মৃত্যুবরণ করেছেন। এক ছবিতে দেখুন চেসপিরাতোস-এর চরিত্রগুলোকে।
26Qué triste noticia, descanse en paz.এ্যাডুয়ার্ডো মারিন বর্ণনা করছে তিনি চাপুলিন কলোরাডো চরিত্রটিকে কতটা ভালবাসেন:
27Batman-at sipan Chapulín-uruw muntana.এখানে আমরা চাপুলিনকে ব্যাটম্যানের চেয়েও বেশী পছন্দ করি।
28Llaki yatiyäwiwa, samarañ jikxatsam.দারুণ এক বেদনাদায়ক সংবাদ। শান্তিতে ঘুমাও।
29- Eduardo Marin (@Ed_Marin) November 28, 2014
30Ukapachparakikiw Sergio Marentes-amp Raúl Ramírez-ampix Bolaños-an yatichäwipxat qhanancht'apxi:
31Murió Roberto Gómez Bolaños, pero Chespirito es inmortal…
32Roberto Gómez Bolaños-ax janchin jaytawayistu, ukampirus Chespiritox janiw chhaqkaniti…একই সময়ে, সের্গিও মারেন্তেস এবং রাউল রামিরেজ এই দুজনে সংক্ষেপে চেসপিরিতোর প্রাপ্তিকে তুলে ধরেছেন:
33- Raúl Ramírez (@isopixel) November 28, 2014রবার্তো গোমেজ বোলানিওস মৃত্যুবরণ করেছে, কিন্তু চেসপিরিতো অমর ।
34¿Quién dijo que los inmortales se mueren?
35Khithis chhaqxaniw sixa.কে কবে বলেছিল,অমর যারা তাদের মৃত্যু আছে?
36- Épico bicho agónico (@SergioMarentes) November 28, 2014