Sentence alignment for gv-aym-20150520-7177.xml (html) - gv-ben-20150524-48726.xml (html)

#aymben
1Mä imill wawax utaparux anupan yanapt'ataw kutt'iপোষা কুকুর পার্লার সৌজন্যে বাড়ি যাবার পথ খুঁজে পেল এক পেরুভিয়ান মেয়ে
2Captura de pantalla de video publicado en YouTube.ইউটিউব থেকে নেয়া স্ক্রিনক্যাপচার। এটি তিন বছর বয়সী একটি মেয়ের গল্প।
3Khaysa Huancayo Perú tuqinxa, kimsa maran wawax utapat mistuwayatayna, mamapax janiw amuyaskataynäti anuw wawar kutt'añ yapapt`atayna, sutipax pela satawa.সে পেরুভিয়ান শহরের হুয়ানকায়োতে অবস্থিত তার বাড়ি থেকে বেড়িয়ে পথ হারিয়ে ফেলে। অবশেষে বাড়ি ফিরে আসতে পেরে তার বিশ্বাসী পোষা কুকুর পার্লার সৌজন্যে।
4ফুটপাতে দাঁড়িয়ে কাঁদতে থাকা একটি ছোট মেয়ের দিকে দুইজন পুলিশ কর্মকর্তার মনোযোগ আকর্ষণ করতে কুকুরটি নাছোড়বান্দার মতো ঘেউ ঘেউ করেই যাচ্ছিল।
5Pani palla pallaw amuyapxatayna, kunatï walpin anux wajasina ukhamarus mä jisk`a wawax walpin jachäna.সেই দুই জন পুলিশ কর্মকর্তাদের একজন এঞ্জেল কুইসপে মেয়েটি হারিয়ে গেছে সন্দেহ করে তাঁর কাছে আসেন।
6Angel Quispe policíax amuyasjataynaw wawa chhaqatapat ukat jupax wawar munart`atayna jiskt`arakitayna kawkhans kampta?প্রথম প্রতিক্রিয়ায় পার্লা সেই পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করে বসে। তবে কুইসপে পোষা কুকুরটির আক্রমণ সামলে নেন এবং মেয়েটিকে জিজ্ঞাসা করেন, তাঁর বাড়ি কোথায়?
7Wawax janiw ni kuns jayskataynäti.ছোট মেয়েটি সে সময় তাঁর নামও বলতে পারছিল না।
8Anux makikipuniw policiar achjañ munatayna, janiw achhjiti kunati anux uñji kunjams policiax wawar amparat kattu jist`as jaqinakar uñt`aptat aka wawaru?তাই পুলিশ কর্মকর্তাটি তাঁর হাত ধরেন এবং চারপাশে লোকজনকে জিজ্ঞাসা করতে শুরু করেন কেউ মেয়েটিকে চেনেন কি না? কিন্তু কিছুতেই কোন কাজ হলো না।
9তারা যখন হাটছিলেন তখন পার্লা তাদের সামনে দিয়ে দৌড়াচ্ছিল, যেন সে তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং এভাবে আটটি ব্লক পেড়িয়ে কুকুরটি হঠাৎ একটি বাড়ির দরজার সামনে গিয়ে বসে পড়ে।
10শেষ পর্যন্ত দেখা গেল, সেই বাড়িটিতেই মেয়েটির পরিবার বসবাস করে।
11Jaqinakax janiw jaysapkanti.হুয়ানকায়ান কুকুরটি সত্যিই দারুণ…!!!
12অবশেষে জানা যায় যে ছোট মেয়েটির মা যখন বাজারে যায়, তখন সে বাড়ি থেকে বেড়িয়ে পড়ে।
13এমনকি বাড়ির দরজারটি ঠিকভাবে বন্ধ না করেই সে বেড়িয়ে যায়।
14মহিলাটি মনে করেন, তিনি দৃষ্টি সীমার বাইরে চলে যাওয়ার আগ পর্যন্ত তাঁর মেয়ে হয়তোবা তাকে অনুসরণ করেছে এবং তাকে হারিয়ে ফেলার পর উদ্দেশ্যবিহীনভাবে হাঁটতে শুরু করেছে।
15যদিও আমরা সবাই জানি যে কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু, এক্ষেত্রেও কুকুরটি এই ছোট মেয়েটির খুব ভাল বন্ধু হিসেবে নিজেকে প্রমাণ করল।
16এটি অত্যন্ত স্পষ্ট যে হুয়ানকায়োতে বীরত্ব দেখানো কুকুরের অভাব নেই।
17Ukat anux nayraqat sarnakatayna policiamp wawamp qhipapat saramxäna ni kimsaqall cuadranak sarnaqatat anux wawan uta punkur qunt`asi.গত ২০১৩ সালে তিনটি কুকুর তাদের মৃত মনিবকে কিছুতেই ছেড়ে যেতে চাইছিল না। উল্লেখ্য, তাদের মনিব ছিলেন একজন গৃহহীন লোক।
18তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার ফলে মারা যান।
19লোকটির মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার গাড়িতে উঠতে কুকুর তিনটি ব্যর্থ হলে তারা সেই চলন্ত গাড়িটির পাশেপাশে সারা রাস্তা ফুটপাথ দিয়ে দৌড়েছিল।
20Suma anuwa huanca…!!! http://t.co/VqCsXwY6UNএমন সময় রাস্তায় লোকেরা এক অভিনব দৃশ্য দেখতে পান।
21সংবাদটি এতটা ছড়িয়ে পরেছিল যে কয়েকটি প্রাণী কল্যাণ গ্রুপ কুকুর তিনটির বিশ্বস্ততার স্বীকৃতি স্বরূপ তাদের জন্য একটি বাড়ি খোঁজার চেষ্টা করেন।
22যদিও তাদের এই অনুসন্ধান নিয়ে পরবর্তীতে আর কোন সংবাদ প্রকাশিত হয়নি।
23সে ঘটনায় ফিরে গিয়ে একজন টুইটার ব্যবহারকারী বলেছেনঃ
24- fororepublicano (@fororepublican1) Mayo 5, 2015আজ আমি সেই ভিডিওটি আবার দেখেছি। ঘটনাটি একেবারেই অভিনব!
25আর এ কারনেই যারা প্রাণীদের সাথে খারাপ আচরণ করেন, আমি তাদের নিন্দা জানাই…
26হুয়ানকায়োঃ কুকুরগুলো তাদের মনিবের মৃতদেহটিকে মর্গে নিয়ে যেতে বাঁধা দেয়ার চেষ্টা করছিল।