# | aym | ben |
---|
1 | Video: Waynanakaxa Uraqpachanwa Mä Ratunakwa Arst’asipxi | ভিডিও: সারা বিশ্বের তরুণরা ৬০ সেকেন্ডের ভিডিওতে নিজেদের তুলে ধরছে |
2 | OneMinutesJr Logo | ওয়ানমিনিটজেআর-এর লোগো |
3 | Amtawi OneMinutesJr [en] 12 ukhamaraki 20 maranakani waynanakaruxa oraqpachanwa churi jupanakan arst'asiñapataki parlaña, yatiqaña churawinaka jinchu tuqi nayratuqi ukat yatiyañataki qurpa tuqi, laxranaka jayanqirinakaruxa nayrampi uñjaña tuqi mä ratunaki | ওয়ানমিনিটজেআর নামক প্রকল্প ইউরোপিয়ান কালচারাল ফাউন্ডেশন, ওয়ানমিনিটজেআর ফাউন্ডেশন এবং ইউনিসেফের যৌথ উদ্যোগের ফসল এবং তাদের সাথে আরো কিছু অংশীদার জড়িয়ে রয়েছে। |
4 | Aka amtawixa OneMinutesJr uñstiwa mä ch'amanchasiwi tuqita aka European Cultural Foundation [en], la One Minutes Jr. Foundation [en] y Unicef [es]uka tuqinakampi mayniri tamachasirinakjama. | সারা বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো এক মিনিট দৈর্ঘ্যের অনেকগুলো ভিডিও দেখতে পাবেন তাদের ওয়েবসাইটে। |
5 | Aka sitio web tuqixa, jumax uñjasmawa wali jaya maranakata aka video tuqi uñañchawinaka mä ratunaki yatiyawinaka taqi kasta markata, mayanakaxa jaqinakan apayatawa, yaqhanakasti yatichaminakat tuqi [en] jiqxatatarakiwa kunalaykutix waynanakaru yatichatawa lurawinaka qillqaña, uñta imañanaka ukhamaraki qhanstayaña amuyunaka panka tuqi. | এসব ভিডিওর কিছু ব্যক্তিগত উদ্যোগে পাঠানো হয়েছে এবং কিছু কর্মশালার মাধ্যমে সৃষ্টি হয়েছে। এসব কর্মশালায় তরুণদের শেখানো হয় কিভাবে তাদের চিন্তাকে লিখে ভাষায় প্রকাশ করতে, চলচ্চিত্র বানাতে এবং সেগুলোকে সম্পাদনা করতে হয়। |
6 | | এইসব সংক্ষিপ্ত ভিডিও-তে ভিন্ন দেশে ও ভিন্ন প্রেক্ষাপটে বাস করা তরুণরা তাদের সচেতনতা, চিন্তা এবং স্বপ্নগুলো তুলে ধরে এবং এর মধ্য দিয়ে তারা তাদের প্রতিদিনের জীবনের জানালায় প্রবেশের সুযোগ করে দেয়। |
7 | Aka uñta imatanakaxa uñtasiwa waynanakan lurawinakaparu, amuyunakaparu kawkhatsaya jutappan, jupanakan jakawinakapwa uñicht'ayistu. | যেমন পোল্যান্ডের লুডিমিলা কেইরেসজাক একটি ভিডিও নির্মাণ করেছে। |
8 | Kunjamatixa aka Polonia, Ludmila Kierczak ukhanakatpachwa luranipxi qhanañchasa qhitis jupaxa uka. | এই ভিডিওতে সে বর্ণনা করেছে, সে আসলে কে। |
9 | Uñta imata uñtañataki, jumax mä clik uka aynachaxa tuqiru que lleva al sitio de OneMinutesJr. | এই ভিডিওটি দেখতে চাইলে নিচের ছবিতে ক্লিক করে ওয়ানমিনিটজেআর সাইটে প্রবেশ করুন। |
10 | Bangladesh, Mobasshera Tarannum Adiba jamuqata mä kasta pä qhanañchawinxa la Convención por los Derechos del Niño [es]. | বাংলাদেশের মোবাশ্বেরা তারান্নুম আদিবা তার এই ভিডিওতে শিশু অধিকার সনদ থেকে বেশ কিছু বিষয় তুলে ধরেছে। |
11 | | “আমি স্বাধীনতা চাই” নামের এই ভিডিওতে সে ১২ নম্বর অনুচ্ছেদের উপর আলোকপাত করেছে: এই অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে শিশুদের নিজস্ব দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে দেখার অধিকার থাকতে হবে এবং তাদের কণ্ঠস্বরকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে এবং ১৬ নম্বার অনুচ্ছেদে বলা হয়েছে প্রত্যেক শিশুর নিজস্ব গোপনীয়তা বজায় রাখার অধিকার থাকবে। |
12 | | মঙ্গোলিয়া হতে টুভডেনজামাটস (টুভডেন) আলটানকইয়াগ প্রত্যেকটি শিশুর নিজস্ব সংস্কৃতিতে বেড়ে ওঠার অধিকার চিত্রিত করেছেন: |
13 | Uñtaña imatanxa, I want Freedom (nayax muntwa jakasiña), jupax uñañchayiwa 12 artikuluna: wawanakax imaqat kamachiniwa jupanakan amuyunakap uñicht'ayañataki ukhamaraki uka arunakapax yaqatañapawa ukhamaraki art. 16 sarakiwa taqini wawanakaw imantat kamachinakani. | পরবর্তী ভিডিও আন্টিগুয়া ও বারবুডার সিমন টোঙ্গার। ভিডিওতে এক কিশোরী (সিমন) বয়সন্ধিকালের স্বীকারোক্তি প্রদান করার মধ্য দিয়ে তার মত প্রকাশের অধিকার চর্চা করেছে: |
14 | Mongoliatpacha, Tuvdenjamts (Tuvden) Altankhyag ilustra ukhanakatpachwa sanipxi wawanakax imantat qamachiniwa jupanakan jakawinakapata: | নাইজেরিয়ার ইব্রাহিম ইদে তুলে ধরেছেন পরিবারের মধ্যে শিশুদের যে অধিকার রয়েছে তার কথা। |
15 | Jutiri waraqat jamuqaxa, Simone Tonge de Antigua y Barbuda, lurt'awayiwa jupan arst'asiwipata jan kuna tuwaqawimpi mä maxtall tawaqun arunakapawa. | যে পরিবার তাকে ভালবাসে সে পরিবার তাকে তার ঘরে এবং বাইরের অধিকার রক্ষায় নিয়োজিত থাকবে: |
16 | Ibrahim Ide de Níger uñicht'ayiwa wawanakan imantat kamachinakapa jupanakax mä awki taykaniñapawa munasiña ukhamaraki imañapaw wawanakan kamachinakapa With or Without (ukampisa jan ukampisa): | আরো এ ধরণের এক মিনিট দৈর্ঘ্যের ভিডিও দেখতে চাইলে দিওয়ানমিনিটজেআর. অর্গের মুল সাইট অথবা ইউটিউবে ইউনিসেফের ওয়ান মিনিট জেআর. |
17 | Jumatix juk'amp waraqat jamuqanakxa uñakipt'añ munsta mä ratunakwa uñjasmaxa TheOneMinutesJr.org akirinsa uñjarakismawa Canal en Youtube de UNICEF One Minutes Jr. Walxa waraqat jamuqanakwa uñxasmaxa mä ratunaki akaxa waynanakan uñañchayatawa aka imatat qamachinakax wawanak tuqita. | চ্যানেল প্রবেশ করতে পারেন। সেখানে দেখতে পাবেন শিশু অধিকারের উপর অনেক তরুণ ৬০ সেকেন্ডের বেশ কিছু ভিডিও তৈরি করেছে। |