Sentence alignment for gv-aym-20120910-4689.xml (html) - gv-ben-20120910-30637.xml (html)

#aymben
1Hungría: Hungría markanx jisk’a markanak allthapipxi bienes raíces uka sarantañapatakiহাঙ্গেরী: রিয়েল এস্টেটের জন্যে বসতি এলাকা ধ্বংস
2Taqpach enlaces ukanakaw húngaro uka markar internet ukar uñt'ayi.প্রায় ৪৫-৫০জন মানুষকে স্বল্পসময়ের নোটিশে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে ২০১২ সালের জুন মাসে।
3Budapest markanx walja jaqinakaw ch'umi maqha jaytxat thakhinakan jakasipxi jisnaw pusitunk phisqhanit ña phisqha tunka jaqinaka. Ukhamarakiw marat'aq phaxsin aka maratx mayitanaw distrito Budapet ukax utanakap jaythañapa.তারা হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্ট শহরের ফ্যাহের রোড এবং তেরেবেসি রোড বরাবর পরিত্যাক্ত বনাঞ্চলে কোনমতে বসতি বানিয়ে বসবাস করতো।
4Yaqhip jakasirinakax, walja maranakaw uka jisk'a markan jakasipxatäna, kunatix jupanakax pachpa uywa uyunak lurasipxatäna uka tuq jakasiñataki, yaqhipanakasti thatha yanak apthapisarakiw jakasipxi ukhamat uk aljasasisas jakasipxaraki. Kunatix ña jaya maraw aka tuqir mä parque lurayañ ist'asitana.কোন কোন বাসিন্দা (সেখানে) তাদের কুঁড়েতে কয়েক দশক ধরে বসবাস করছে, কেউ কেউ স্বনির্ভর খামার গড়ে তুলেছে, কেউ কেউ আবার স্ক্র্যাপ (পরিত্যাক্ত) লোহা সংগ্রহ এবং বিক্রি করে বেঁচে থাকার চেষ্টা করছে।
5Ukhan jakasirinakax cruz roja uka tuqiw yatipxatäna utapanak jaytxañapataki ukhamarakiw jupanak qurpachawipar sarañ mayitana ukham sasaw periodistas atlaszo ukarux yatiyapxatäna.বছরখানেক আগে গুজব ছড়িয়েছে যে শহরটি ঐ এলাকায় একটি বিনোদনমূলক পার্ক নির্মাণের পরিকল্পনা করছে। বাসিন্দারা এটল্যাটসজো.
6এইচইউ'র সাংবাদিকদের কাছে বলেছে যে রেডক্রস এবং দি বাপটিস্টের সমাজকর্মীরা তাদেরকে এই উচ্ছেদের বিষয়ে জানিয়ে তাদেরকে আশ্রয়ের স্থান দিতে চেয়েছে।
7Organización derechos humanos ukanx Avaros Mindenkié jaqix sawayatanaw ( markax taqinitakiwa sasa )ukhamarakiw wal k'umiwayi jaqinakar utapanakat ananuqki uksa; juk'amps sarakiw jichha utanak churki ukax janiw walikiti jan ukasti juk'amp jan waliw utapanakat sipansa sasa.নাগরিক অধিকার আন্দোলন এ ভারোস মিন্দেনকি (সকলের জন্যে শহর) জোরপূর্বক উচ্ছেদকে অবৈধ হিসেবে সমালোচনা করে বলেছে যে (এই) লোকদেরকে বিদ্যমান বর্তমানের চেয়ে আরো খারাপ বাসস্থান দেয়া হবে।
8Albert Jónás, residente del barrio marginal.বস্তিশহরের একজন বাসিন্দা আলবার্ট জোনাস।
9Foto por Atlaszo.hu.ছবি, এটল্যাটসজো. এইচইউ।
10ক্যাত্তোস মিরসা (দ্বৈতমান) ব্লগ জুন মাসের বিষয়টি সম্পর্কে লিখেছে [হঙ্গেরীয় ভাষায়]:
11[…] একের পর এক সব পৌরসভা বস্তিগুলো ভাঙ্গার বিভিন্ন সিদ্ধান্ত ঘোষণা করছে।
12Marat'aqa phaxsinx , blog uka tuqirux akham qillqatäna aka yatiyaw tuqitxa:অথচ তারা কিন্তু তাদেরকে বিকল্প কোন কিছু দিতে পারছে না। এইসব লোকেরা অলস নয়।
13Sapa municipalidadanakaw jisk'a markanak qhullthapiyañ yatipxiyapxi ukampirux jupanakax janiw ma suma amtawi churapkiti yanapt'añataki. ukampirus aka jaqinakax janiw kuna jayrapkitisa; jan ukast jilpachaw irnaqapxi ukampirux jupanak pachpaw uka utanak jakañatak lurasipxatana janis sumakchi ukhampacha.তাদের অধিকাংশই কাজ করে এবং তাদের বস্তিগুলো তারা নিজেরাই বানিয়েছে, যদিও তারা সেখানে সাদামাটাভাবেই বসবাস করে। বিকল্প হিসেবে তাদের যে গৃহহীন আশ্রয় দেওয়ার প্রস্তাব করা হয়েছে সেগুলো কিন্তু তাদের স্বাধীন একটি জীবন যাপনের সুযোগ দিবে না।
14Ukampirus kawkhantix qurpachat jakasipkaspa ukanx janiw mä suma jakawi apapkaspati kunatix mä sistema ukaruw apantaspa jakañapkama.বরং সেগুলো তাদের প্রচলিত ব্যবস্থার ভিতরে চিরতরে অন্তর্ভুক্ত করতে চাইবে মাত্র।
15Kunatix añchhax Hungría markanx janiw mä política suma jakañatak utjkiti. ukat jaqinakax jisk'a markanakar uta lurasiñ thaqapxi jan estado tamar mantañataki.বর্তমানে স্বাধীন জীবন শুরু করার একটি সুযোগ দেয়ার মতো হাঙ্গেরিতে এমন কোন গৃহসংস্থান নীতিমালা নেই।
16A Város Mindenkié uka jaqix walja sartasiwinak p'iqinchawayi marat'aq phaxsin p'inqinchawayiw ukhan jakasir jaqinak jan ananuquñapataki.আর তাই জনগণ এইসব বস্তি নির্মাণ করে রাষ্ট্র কাঠামোর বাইরে [সেই সুযোগ] তৈরি করার চেষ্টা করছে। […]
17(uñist'ayapxatanaw futunak ‘Bosque de Terebesi' ukhata .) Blog uka tuqiparux pä simananak munisipalidadanakan churatapa trabajadores sociales locales uka irnaqirinakapar kaukhans uka phisqha tunk jaqinakax jakasipxaspa uka thaqhañapataki.এ ভারোস মিন্দেনকি জুন মাসে [হাঙ্গেরিয় ভাষায়] সেই অঞ্চল থেকে জোরপূর্বক জনগণকে উচ্ছেদের বিরুদ্ধে বেশ কয়েকটি বিক্ষোভ অনুষ্ঠিত করেছে।
18(তারা এখানে ‘তেরেবেসি বনাঞ্চল' এর কিছু ছবি ভাগাভাগি করেছে।) তাদের ব্লগে তারা লিখেছে [হাঙ্গেরিয় ভাষায়] যে ঐ পৌরসভাটি এই ৫০জনের জন্যে একটি জায়গা খূঁজে বের করতে স্থানীয় সমাজকর্মীদের দু'সপ্তাহ সময় দিয়েছে।
19Ukhampirus sapxarakiw qurpachaw churaski jan utaniki ukanakatakix janiw wali askikaspati, kunatis jan utaninakax pä marakamaw ukan jakasipxaspa, kunatix jan qullqinisax janiw kawqhar sarañapas utjkaspati.তারা উল্লেখ করেছে যে গৃহহীন আশ্রয়গুলো যথাযথ বিকল্প নয়। কারণ গৃহহীনেরা সেখানে মাত্র দুই বছর পর্যন্ত সেখানে থাকতে পারবেন এবং কোনো আয় ছাড়া তাদের যাওয়ার আর কোন জায়গা থাকবে না।
20investigación Atlatszo uka tuq uñist'ayi municipalidad distrito x ukan trabajadores sociales ukanakaruy jank'ak sumachañap machispa aka ch'axwa sumachañataki ukhamat qullq irtañataki.এটল্যাটসজো. এইচইউ'র তদন্ত [হাঙ্গেরিয় ভাষায়] দেখিয়েছে যে একটি রিয়েল এস্টেট বিনিয়োগে সাহায্য করার জন্যে সমাজকর্মীদেরকে জেলা এক্স পৌরসভার “এই সমস্যা সমাধান করতে” বলা হয়েছে।
21Ukhamarakiw jichha alcaldex Tibor Weber ukax periodistas atlatsco ukanakaruw yatiyawayatänawa.ডেপুটি মেয়র তিবর ওয়েবার এটল্যাটসজো.
22এইচইউ'র সাংবাদিকদের জানিয়েছেন, বিনিয়োগকারী সিদি গ্রুপ সেখানে ৯০০ অ্যাপার্টমেন্ট, অফিস এবং কিছু বিনোদনমূলক এলাকা নির্মাণের পরিকল্পনা করেছে যা এখন অনুমোদনের শেষ পর্যায়ে রয়েছে।
23Yaqha machaq lurawinakata. Sidi sutini tamay 900 utanak, oficinanak ukhamarak yaqhip parkinak luraychispa, kunatix ñayaw autorisacion ukax utxätana.বিভিন্ন নাগরিক অধিকার বিক্ষোভ এবং মিডিয়ার বর্ধিত মনযোগ উচ্ছেদটিকে দীর্ঘায়িত করেছে।
24Amuyat'atatjamaxa ch'axwawinak utjki derechos civil ukhamarak medios ukanakam wal atención churapki jupanakatakix janiw walikiti jaqinakar ananuqutapaxa, kunatix jichhax akax mä proceso legal negociañatak tuktatxamawa.এখন মনে হচ্ছে এটা একটা আইনী এবং সমঝোতার প্রক্রিয়ায় পরিণত হয়েছে। বাসিন্দাদের অনেককেই আশ্রয়স্থল সরানো হয়েছে।
25Ñayaw walja jaqinak aka qurpanchawir sarxapxi, yaqhipanakasti pachpa tuqinkasipkarakiwa, ukampirus aka procesox nayrar saraskakiwa.কেউ কেউ এখনো সেখানে রয়ে গিয়েছে। তবে প্রক্রিয়াটি এখন আর থামানো যাবে না।