Sentence alignment for gv-aym-20130618-5901.xml (html) - gv-ben-20130702-37173.xml (html)

#aymben
1ভিডিওঃ ব্রাজিলে এক শিশুর নিরামিষ ভোজনের জ্ঞানের ভিডিও ছড়িয়ে পড়েছে
2তিন-বছর বয়সী লুইজ এন্টনিও - এর একটি ইউটিউব ভিডিও আছে যেখানে সে তাঁর মাকে ব্যাখ্যা করছে, কেন সে দুপুরের খাবারে অক্টোপাসের নচ্ছি খেতে চায় না।
3VIDEO: Llakita brasileño jisk’a lalax janiw aycha manq’añ munkiti [taqpach saranakax portuguésan qillqt'atawa.]ভিডিওটি বর্তমানে সারা বিশ্বজুড়ে সর্বাধিকবার দেখা ভিডিও - এর খেতাব জিতেছে।
4Kimsa marata, video-x Luiz Antonion You Tube-pana, mamapar jan manq'añ ñoquis de pulpo uka amuy yatiyasa, ukat jichha video-x uraqpachan askinjam wakiskir uñjatawa.ব্রাজিলের ছোট বাচ্চাটি তর্ক করছে, সে মাংশ খেতে পছন্দ করে না। কারন, “আমরা পশুদের খেয়ে ফেললে তাঁরা মারা যায়” এবং বলেছে, সে প্রাণীদের জীবিত ও সুখী দেখতে ভালোবাসে।
5Brasileño jisk'a lalax saskakiw janiw aych manq'añ munktti sasa “kunawsatix uywanakan aychap manq'tan ukhax jiwapxiwa”, jupax uywanakarux kusisita, ukat kayuta uñjañ muni, ukat uñjapxañasawa, janiw manq'antapxañasakiti, ukjam sasaw yatiyi.সে আরো ব্যক্ত করেছে, আমাদের “তাঁদের খেয়ে ফেলা উচিৎ নয়, তাঁদের যত্ন নেওয়া উচিৎ”। প্রকৃত ভিডিওটি ১৫ মে, ২০১৩ তারিখে পর্তুগিজ ভাষায় ইউটিউবে আপলোড করা হয়, যা মাত্র দু'সপ্তাহে প্রায় ১,৫০০,০০০ বারের কাছাকাছি দেখা হয়ে গেছে।
6Video ukax nayraqatax portuguésanawa, 15 uru qasawi phaxsi saraqatat 2013 maran you Tube ukar apkatata, niya 1.500.000 ukjaw pä simanan mantat utji.এটির ইংরেজী সংস্করনটি ২৯ মে প্রকাশিত হয় এবং কেবলমাত্র তিনদিনের মধ্যে তা প্রায় ৯০০,০০০ বারের বেশী দেখা হয়ে গেছে।
7Ingles arunx 29 uru qasawi phaxsin yatiyata, ukat kimsa urunx 900.000 ukjanakaw uñjata. kawkhantix mä markan mä juk'a markachirinakakiw vegetariana ukjamañ munapxi, ukat jamuq waraqatax vegetarianismo ukatuqit You Tube, Facebook ukanakanx walpun arusipxi.এমন একটি দেশ যেখানে খুব সামান্য সংখ্যক লোক নিরামিষভোজী খাদ্যাভ্যাসে অভ্যস্ত, সেখানে এই ভাইরাসের মতো ছড়িয়ে পরা ভিডিওটি ইউটিউব ও ফেসবুকে নিরামিষ ভোজন সম্পর্কে একটি উত্তপ্ত বিতর্কের স্ফুলিঙ্গ নির্গত করেছে।
8কার্লোস অগাস্টো এন্ড্রেড কারনটি ব্যাখ্যা করেছেনঃ
9Ukjam Carlos Augusto Andrade jupax arsüna:ভিডিওটি ফেসবুকে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে।
10Videox masüruw Facebook ukar kutt'ani [29 qasawi phaxsita 2013 marana], ukanakax taqi kast jaqinakamp yanapt'ata: mamama, tiyama, masinakama, yatiqäwiman uñt'atanaka… ukat yaqhipa qutucht'atanakax jamuqa waraqata ukatx Facebook, You Tube ukanakan vegetarianismo ukatuqitw aruskiprantapxi, taqinitakis kunja wakiskiris uka mä jisk'a lalan jamuqapa waraqatanxa, jupatakix wakiskiriwa, ukat janiw taqinis phiñasipktanti, jan ukax taqinis akjam amuyunakatx taqinis lup'iñasawa.এটি এমন ভিডিওগুলোর একটি যা সবধরনের মানুষের সাথে আপনি শেয়ার করতে পারেনঃ আপনার মা, আপনার খালা, আপনার বন্ধু, যার সাথে আপনি বিদ্যালয় থেকে একত্রে আছেন… এবং যদিও ফেসবুক ও ইউটিউবে কিছু গ্রুপ নিরামিষ ভোজন সম্পর্কে আলোচনা করতে ভিডিওটি ব্যবহার করেছে। আমরা বুঝতে পারছি এটি যে কারনে ছড়িয়ে পরেছে তা হলোঃ একটি ভিডিও যেখানে একটি মিষ্টি বাচ্চা অদ্ভুতভাবে তাঁর বয়সের চেয়ে বেশি বাকপটু এবং এমন একটি বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানাচ্ছে যা আমাদের অনেকের মাঝেই বাধা দেয়ার ও প্রতিক্রিয়া জানানোর মতো প্রভাব বিস্তার করে।
11Flavio Giusti, uka phayirix VegetariRANGO ukjam -YouTube ukan wakicht'i “Cocina vegetariana sin alboroto”- ukjam sutini, ukat ñiñiturux mä jawillt'äwimpiw uñacht'ayata, ukjamats taqiniruw Internetanx ch'allxtayi, ukats Facebook ukansa.“গোলমাল ছাড়া নিরামিষভোজী রান্না” বিষয়ক ইউটিউবের একটি অনুষ্ঠান, ভেজেটারির‍্যাঙ্গো - এর পুরোভাগের প্রধান পাচক ফ্লাভিও গিউস্টি তাঁর ফেসবুক পেজে “ছোট্ট ছেলেটি, যে ইন্টারনেটে সবাইকে ছুঁয়ে গেছে” শিরোনামে স্নেহ-নিবেদন করে একটি ব্যানার প্রকাশ করেছেন।
12Aka qillqt'atax 1.145 ukja kutinakaw uñacht'ayata:শুধুমাত্র এই ব্যানারটিকে ১,১৪৫ বারের চেয়েও বেশি বার শেয়ার করা হয়েছেঃ
13Filosofía de Luiz Antonio: “Cuando comenmos animales, mueren.লুইজ অ্যান্টনিও - এর দর্শনঃ “আমরা প্রাণিদের খেয়ে ফেললে তাঁরা মারা যায়।
14Eso no me gusta, me gusta verlos de pie, felices.আমি এটা পছন্দ করি না। আমি তাঁদের জীবিত দেখতেই বেশি পছন্দ করি।
15Debemos cuidarlos, no comérnosolos”.আমাদের উচিৎ তাঁদের দেখাশোনা করা, তাঁদের খেয়ে ফেলা নয়”।
16Jisk'a lalan arsutapax qhanaskiwa, yaqhip jaqinakax niyaw jan aych manq'as jakañ amtapxi, ukjam bloguera Viviane Zandonadi jupax masinakapamp jamuqa waraqatatx uñacht'ayi.শিশুটির কথার সরলতায় অনুপ্রাণিত হয়ে কিছু লোক মাংশ-মুক্ত জীবনধারণ বেছে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যেমন ব্লগার ভিভিয়ান জানদোনাদি তাঁর অনেক বন্ধুবান্ধবের সাথেই ভিডিওটি শেয়ার করেছেন।
17Manq'ata qillqirjamaxa, jisk't'asiwa, kuns lurani, kunawsatix phuchapax ukjam siskt'anak jiskt'an ukjaxa:একজন খাদ্য লেখিকা চিন্তায় পরে গেছেন, যদি তাঁর মেয়ে তাঁকে একই ধরণের প্রশ্ন করা শুরু করে তখন তিনি কি করবেনঃ
18Kusisitatwa.আমি উদ্বিগ্ন।
19Kunawsatix nayar wakt'kitan ukjaxa, Cata -tix manq'añ tuqit phiñasin ukhax janiw kuns sañ atkati.যখন আমার সময় আসবে, যদি কাটা আমাকে খাদ্য শৃঙ্খলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করে তখন আমি কি বলব, তা সম্পর্কে আমার কোন ধারণা নেই।
20Luiz Antonio jupax arsutajanakx t'unjiwa.লুইজ এ্যান্টনিও আমার যুক্তিগুলোকে বিপর্যস্ত করে দিয়েছে।
21Video tukuyaruxa, Luiz Antonion mamapaxa, jachas chuy ch'allxtayasina, wawaparux arusaukat ch'uqinakukak manq'añap mayi.ভিডিওটির শেষে লুইজ এ্যান্টনিও - এর মা কেঁদে ফেলেন এবং তাঁর ছেলেকে শুধুমাত্র ভাত ও আলুগুলো খেতে বলেন।
22Blog ukan Acerto de Contas, Guilherme Carvalho jupax suyiwa, yaqha awki taykanakax wawanakapan amuyunakap yaqapxañanakapa, ukat sarakiwjan wawanakark'arisi sarxayapxamtisasa:এসার্টো ডি কন্টাস ব্লগের জন্য গুইলহারমে কারভালহো লিখেছেন, তিনি আশা করেন অন্যান্য বাবা-মায়েরাও তাদের বাচ্চাদের সংবেদনশীলতাকে সম্মান করবেন।
232013 maranxa, jichhaw wawanakasar salqhañukat tuqiñs armasxañasa, ukjamats jupanakax chuymanipxiw jan uywanakan aychap manq'añataki.তিনি এটাও আশা করেন যে তারা জোর করে বাচ্চাদের মত পরিবর্তন করতে মিথ্যার অবলম্বন করা অথবা নির্বোধের মতো তর্ক করা বন্ধ করবেনঃ
24Aka wakiskir amuyunak llamp'u chuymamp chaninchasyaqapxañäni.তাই, ২০১৩ সালে এসে আমাদের শিশুদের সাথে প্রতারণা করা বন্ধ করার সময় হয়েছে।
25Mä vegetariano wawa utjchi, ukax janiw kuna jan walt'awikisa, jichhürunakanx wali aski ch'amanchiriw k'umarjakawisatakixa.অন্যের দুঃখে দুঃখ বোধ করার তাদের অনুভূতি, যখন তারা প্রাণী ভক্ষণের আগ্রহ না দেখায় তখন তাদের ইচ্ছাকে দমন করা বন্ধ করার সময় এসেছে।
26Luiz Antonion videopax taqi jaqiruw chuymch'allxtay iukatx ch'amañcht'atawa.চলুন, এই স্বার্থহীনতা এবং অন্যের দুঃখে দুঃখ বোধকে সম্মান করি এবং মূল্য দেই।
27শিশুর নিরামিষভোজী হওয়াটা কোন সমস্যা নয় এবং আজকাল ব্যাপক তথ্য প্রমান রয়েছে, যাতে দেখা যায় এই অভ্যাসটির অনেক স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা রয়েছে।
28লুইজ এ্যান্টনিও - এর ভিডিওটি দেখে অনেকেই নড়ে চড়ে বসেছেন এবং আশান্বিত হয়েছেন।