Sentence alignment for gv-aym-20130208-5359.xml (html) - gv-ben-20130211-35174.xml (html)

#aymben
1Irán markax mä munu k'usill khä pachar apayi ukat yaqhaw kutt’aniমহাশূণ্যে ইরানের একটি বানর প্রেরণ এবং অন্যটির পৃথিবীতে প্রত্যাবর্তন
2Aftab el mono antes de su lanzamiento al espacio.মহাশূন্যে যাত্রা শুরু করার পূর্বে আফতাব নামের বানরটি।
3Foto: IRNAছবিঃ ইরনা
4ইরানের সরকার একটি বানরকে মহাশূন্যে সফলভাবে প্রেরণ এবং ২৮ জানুয়ারি, ২০১৩ তারিখে পশুটিকে পুনরায় জীবিত অবস্থায় ফিরিয়ে আনার যে দাবি করেছে তা ব্লগাররা ও সংবাদ মাধ্যমগুলো চ্যালেঞ্জ জানিয়েছে।
5অফিসিয়াল ছবি - যেগুলোতে অনুমিতভাবে বানরটিকে মহাশূন্য যাত্রার আগে ও পরে চিত্রিত করা হয়েছে - সেখানে কোন মিল পাওয়া যায়নি।
6Blogueronak ukhamarak yatiyirinakax janiw chiqaw sapkit [en] kunti siskix iraní apanaqirix kunatix jupanakax sapxiw mä munu alaqpachar apayapt ukat uka munux jakaniw aka 28 urunak saraqkipan chinuqa phaxsin 2013 maran kutt'anxi.এতে করে মহাশূন্য যাত্রাটি যে বানোয়াট হতে পারে, সে ব্যাপারে সংশয় ও সন্দেহ আরও বাড়ছে। জাতীয় আইআরআইবি চ্যানেল ওয়ানের সম্প্রচার থেকে রেকর্ড করা অফিসিয়াল ফুটেজগুলো এখানে রয়েছেঃ
7জনপ্রিয় ইরানি লিঙ্ক-শেয়ার করা সাইট বালাতারিনে অনেকেই বলেছেন, শাসকগোষ্ঠী মিথ্যা বলছে।
8Khuskt'at jamuqa (Imágenes oficiales) - uka jamuqanakax munutaw sapxarakiw janir apaykas ukhamarak apayatata - - janiw pachpjamäkiti [fa], juk'amp payachasïwinak uñstay ukhamarak juk'amp aka apayäwix k'arjamaw tumpata.তাঁরা যাত্রার পূর্বে বানরটির ছবির সাথে ফিরে আসা ক্যাপসুলের ভিতর থেকে উদ্ধারকৃত বানরের ছবির তুলনা করেছেন।
9Akanakaw mä wakichäw canal estatal IRIB 1 nut waraqat khuskt'at jamuqanakaxa:দু'টি ছবির বানরের মধ্যে শারীরিক অমিলগুলো স্পষ্ট। এখানে সেগুলো রয়েছেঃ
10এই পোস্টটির প্রধান ছবিটির উপরের (ডানে) ছবিটিতে দেখা যাচ্ছে, প্রথম বানরটির ডান দিকের ভ্রুর উপর একটি আঁচিল আছে।
11Walja wali uñt'at yatiykipayasiñatak enlace-nak Balatarin [fa], apnaqirinakaxa, marka apnaqirix k'arisiw sapxiw ukhamarak munu jamuqanak mä janir apaykasa jamuqamp kutt'anit jamuqamp kikipayapxi [fa], kunanakas mayja paypach jamuqanakatxa uchasa.মুখের চারপাশে ধুসর ও খর্বাকৃতির লোম আছে। যেখানে দ্বিতীয় বানরটির মুখে কোন আঁচিল নেই এবং মুখের চারপাশে গাঢ় তামাটে বর্ণের লোম আছে।
12Akankapxiwa:
13Kunajamas aka jach'a (principal) post-anx uñjasi, kunjamati alayan (kupi tuqina) nayrir munux kupi nayra phichhun mä lunar-aniw ukhamarak uqi jisk'a t'arwaniw ajanupana, payir munux janiw lunar-anïkiti ukhamarak ajanupanx qhana ch'är t'arwaniwa.এই রিপোর্টে নেট নাগরিকদের প্রতিক্রিয়ার পরিসর পরিপূর্ণ সন্দেহ প্রবণতা থেকে শুরু করে ষড়যন্ত্র তত্ত্ব পর্যন্তঃ ইরানি ব্লগার ‘হাঘ মোসালাম মা' (‘আমাদের যথার্থ অধিকার') একটি বিদ্রুপাত্মক কৌশল বেছে নিয়েছেন।
14Cibernauta-nakax k'arisiwitjamat wali muspharatapxiwa: ‘Hagh mosalam ma' [fa] (‘Nuestro derecho definitivo') bloguero-x sawkasïwituqit uñakipi, ukhamarak misión espacial-amp iraní irpir chhijllasiwimp 2009 maran kikpakay kunatix waljaniw uka chhijllasiw mayjt'ayatapatat amuyapxi.তিনি কথিত মহাশূন্য মিশনের সাথে ২০০৯ সালে ইরানের তামশাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের মাঝে সমান্তরাল রেখা এঁকেছেন যেটি অনেকেই অদ্ভুত কৌতুক মনে করছেন।
15Ukhamarak sawkt'asi:তিনি কৌতুক করে আরো বলেছেনঃ
16Alaxpachar apayat munux [jach'a irpirina] masipänwa, khititi kutt'ankanx mayj mayjakiw uñnaqäna.যে বানরটিকে মহাশূন্যে পাঠানো হয়েছে সেটি হলো [ সর্বোচ্চ নেতার ] বন্ধু।
17[…] Photoshopampix Marte munu atismaw apayañ, jani atmósfera anqäx sañataki.যেটি ফিরে এসেছে সেটি অদ্ভূত আচরণ করছে।
18Amir Farshad ‘Hot Chocolate‘ [fa] uka blogun qillqt'i:[…] ফটোশপ ব্যবহার করে আপনি মঙ্গল গ্রহেও বানর পাঠাতে পারেন।
19Mahmood Ahmadinejad [Irpirixa] aka simanax markar yaqha aski yatiyäw churi kunatix Fajr [marcando el aniversario de la victoria de la Revolución Islámica] phunchhäwiw puri: “Mä munu alaqpachar apaytan ukhamarak mä operación de cirugía estética-mp lunar-ap phiskstan khä alayan ukhamarak suma q'umar jakan Jach'a irpirin amparapar (brazos del Líder Supremo) kutt'ayanatana”.আমির ফারশাদ তাঁর ‘হট চকোলেট' ব্লগে লিখেছেনঃ [প্রেসিডেন্ট] মাহমুদ আহমাদিনেজাদ এই সপ্তাহে ফাযর উৎসবের [ইসলামিক বিপ্লবের জয় চিহ্নিত করে বর্ষপূর্তি উদযাপন ] পূর্বে জাতিকে অনেক সুখবর দিয়েছেনঃ “আমরা একটি বানরকে মহাশূন্য যাত্রায় পাঠিয়েছি এবং সেখানে সেটির আঁচিল মুছে ফেলার জন্য একটি সৌন্দর্য্য বর্ধক অস্ত্রোপচার করতে সমর্থ হয়েছি।
20এরপর এটিকে সুস্থ অবস্থায় সর্বোচ্চ নেতার বাহুতে করে ফিরিয়ে নিয়ে এসেছি।”