# | aym | ben |
---|
1 | Video Waruqatanaka: Willkakuti Urun K'uchirt'äwinaka | ভিডিওঃ সলেস্টিস উদযাপন |
2 | | লণ্ঠন, নাচ, ফুল এবং আগুন জ্বলানো হচ্ছে এমন কিছু কর্মকাণ্ড, যার মাধ্যমে সারা বিশ্বে গ্রীষ্ম এবং শীতকালীন সলেস্টিসের (গ্রীষ্ম বা শীতের যে সময়টিতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে হেলে থাকে সেই সময়টিকে সলেস্টিস বলে অভিহিত করা হয়) আগমনের সময়টি পালন করা হয়। |
3 | Wali kunayman panqaranakampi, qhananakampi, thuqt'awinakampi ukjamawa uraqpachan Willkakuti machaq marx amtawayapxatayna. Akjamatwa uraqpachanxa amtawayapxatayna: Stonehenge willkakuti, San Juan sast sutini khaysa España tuqina, Inti Raymi Peru tuqina, tripantu sutimpi Chile tuqina, Kupala uru Russia tuqina, willkakut aruma Polonia tuqina, ukjamaraki willkakuti Tiwanaku-Bolivia jach'a suyu markana. | এই ঘটনাটির ক্ষেত্রে কেমন করে বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয় তা দেখার জন্য চলুন সারা বিশ্ব ঘুরে আসি: স্টোনহেঞ্জ, স্পেনের সেন্ট জনের বহ্নুৎসবের ভোজন, পেরুর ইন্তি রায়মির উৎসব দেখার সাথে সাথে আমরা চিলির উই ট্রিপান্টু-উৎসবে ঘুরে আসব, আর এর সাথে আমরা দেখব রাশিয়ার কুপালা ডে, কিংবা পোল্যান্ডের মিডসামার-এর (গ্রীষ্মকালের ঠিক মাঝামাঝি সময়ের) রাতটিকে। |
4 | Solstice dawn over Stonehenge, UK. Image by Flickr user Taro Taylor (CCBY). | যুক্তরাষ্ট্রে স্টোনহেঞ্জের উপর সলেস্টিস-এর আগমন, ছবি ফ্লিকার ব্যবহারকারী টারো টাইলাররে (সিসিবাই). |
5 | Aka Stonehenge ukax aka Inglaterra tuqinkiwa, walja walja jaqipuniwa mä muruq'u qalar muytataw wali jaya urukisa uk katuqawayapxatayna, ukjaarus ch'urawis ch'urawt'anikirakitaynawa. | ইংল্যান্ডের স্টোনহেঞ্জ নামক এলাকায় লোকজন পাথরের পাশে একটা মেঘের নীচে জড়ো হয় বছরের সবচেয়ে বড় দিনটিকে গ্রহণ করার জন্য, তারা অনিশ্চিত ভাবে উল্লাস ধ্বনি প্রকাশ করে, কারণ সেখানে এটা বলা খুব কঠিন যে, কখন সেখানে সূর্য মেঘের আড়াল থেকে উঁকি দেবে। |
6 | Kunjamtixa a3HeadedMonkey, who uploaded this video may laruñxam sutiñchasina: ” Wali Jayan Willkakuti wali Askimpi.” | যেমনটা জানাচ্ছে এ৩(থ্রি)হেডেড মাঙ্কি, যে কিনা এই ভিডিওটি আপলোড করেছে। |
7 | In Coruña, España tuqina, kusist'ayir ninaninanaka, machañanaka, uñacht'awinakaw utjatayna San Juan sat phunchäwi . | সে হাস্যরসের সাথে বলছে: ” সেই পুরোনো উত্তম এক বৃটিশ গ্রীষ্মকাল, যে কিনা তার সেরা সময়ে অবস্থান করছে”! স্পেনের কারুনিয়ায়, এক বহ্নুৎসবের আয়োজন করা হয়। |
8 | Wali jayan uñt'atarakitaynawa waynanaka jisk'alalanakax walrak kusist'apxatayna, ukjamaraki askikipanaya sasaw maynit maynikam jallallt'asipxatayna. | বনের মাঝে আগুন জ্বালানো, পান করা এবং প্যারেড করার মধ্যে দিয়ে সেন্ট জনের এই বহ্নুৎসব পালন করা হয়। এই উৎসবের ঐতিহ্য হচ্ছে এতে কিশোর এবং শিশুরা লাফিয়ে আগুনের কুণ্ডলী পার হয়। |
9 | It is traditional for teens and children to jump over the bonfires an allotted number of times for good luck: Jichha marasti janirakiw walt'aykataynati aka pá jaqin jiwawipa, maynix uka ninaninanak phallaykasaw katjayasitayna. | সৌভাগ্যের প্রতীক হিসেবে তারা একটা নিদিষ্ট সংখ্যক সময় লাফ দিয়ে আগুনের শিখা অতিক্রম করে: দুঃখজনক ঘটনা হচ্ছে, এ বছর দুজন লোকের মৃত্যুর কারণে এই উৎসব পণ্ড হয়ে গেছে, এদের মধ্যে একজনের মৃত্যু ঘটে তখন, যখন সে বড় আগুনের শিখা লাফিয়ে অতিক্রম করার চেষ্টা করে। এতে সে ব্যর্থ হয়ে ঠিক আগুনের মাঝে পড়ে যায় এবং সেখানে উপস্থিত দর্শকদের তাকে উদ্ধারের প্রচেষ্টা বিফলে যায়। |
10 | http://youtu.be/pC4avU3W5bU | http://youtu.be/pC4avU3W5bU |
11 | Khaya Qusqu (Cuzco) Sacsaywaman quri kanchanwa walipuni kusist'apxatayna, akjamsti sapa mararakiw uñcht'ayapxarakiritayna Inti Raymi sat wakicht'äwi , aka phunchawisti inkanakan machaq maraparakiwa. | পেরুর কুজকায় অবস্থিত সাকসায়হুয়ামান মন্দিরের সামনে প্রতি বছর ঐতিহ্যবাহী ইন্তি রায়মি নামক উৎসব উদযাপনের বিষয়টির পুনরায় চালু করা হয়েছে। ইনকা বছর শুরুর প্রতীক হিসেবে এই উৎসব উদযাপন করা হয়। |
12 | Khaya maranakatpachsa ukjam sarawimpipuniw jutawayapxatayna. | ইনকারা ১৫৩৫ সালে শেষবারের মত ইন্তি রায়মি নামক উৎসব উদযাপন করেছিল। |
13 | Maysatsti iglesia Catolica, español q'ara jaqinakax tukjañrak munawayapxatayna. | এরপর ক্যাথলিক চার্চ এবং বিজয়ী স্পেনের শাসকরা এই উৎসব পালন বন্ধ করে দেয়। |
14 | Khaya 1944 maranwa sumpach amthapiwayxapxatayna, aka Inka Garcilaso de la Vega jupan qillqataparxama. | ১৯৪৪ সালের আগে পর্যন্ত তা বন্ধ ছিল। ১৯৪৪ সালে ইনকা ইতিহাসবিদ গারসিলাসো ডে লা ভেগার বর্ণনায় এই উৎসব আবার ফিরে আসে। |
15 | Aka YouTube tuqinkiristi gzoraca uka jilach jan ukasti kullakachi, jupaw walja video jamuqatanakxa apkatt'awayarakitayana. Uñxatt'apxamaya taqi uka phunchawinakxa. | ইউটিউব ব্যবহারকারী গাজোরকা কুজকোর উৎসবের অনেক সংস্কৃতিক নাচ এবং অনুষ্ঠানের ভিডিও ধারণ করেছে, যা কিনা তার চ্যানেলে দেখা যাবে, এর মধ্যে নীচের দুটি ভিডিও এ বছরের ইন্তি রায়মি উৎসবের ভিডিও। |
16 | Jilata Inka purinïwi ukatsti Qullan purinïwipa, munatapan purinïwipa. We Tripantu [es] Akasti Mapuchi sat jilanakan willkakuti phunchawiparakiwa, machaq mar katuqkasina. | এই দু'টি ভিডিওর প্রথমটায় প্রদর্শন করছে ইনকাদের প্রবেশের দৃশ্য এবং এর পরেরটায় রয়েছে তার স্ত্রী কোলার প্রবেশের দৃশ্য: |
17 | Akasti next video kunamtix khaya Chili markanxa jisk'alalanakax phunchachawayapki uka uñacht'ayaraki: | উই ট্রিপান্টু [ স্প্যানিশ ভাষায়] হচ্ছে মাপুচে ইন্ডিয়ান গোষ্ঠীর এক উদযাপন, যা শীতকালীন সলেস্টিস-এর সময় এক নতুন বছর শুরুর চিহ্ন হিসেবে পালন করা হয়। |
18 | Akjamrakwa khaysa Maloyaroslavets- Russia tuqinxa willkakutxa katuqawayapxatayna Ivan Kupala . warawinakax jakaskiwa, ukjamaraki jisk'a imill wawanakas walrak panqaranakampis p'iqinakaparux k'achacht'asiwayapxatayna, ukjamat wali k'uchirt'asina: | পরবর্তী ভিডিওটি চিলির কিছু স্কুলের ছাত্রছাত্রীদের নৃত্য প্রদর্শন তুলে ধরছে, যারা আদিবাসী প্রথায় শীতকালীন সলেস্টিস উৎসব উদযাপন করছে: রাশিয়ার মলায়াইয়ারোস্লাভেতস নামক শহরে, শহরবাসীরা ইভান কুপালা নামক দিবস পালন করে থাকে, এবং গ্রীষ্মের ঠিক মাঝামাঝি সময়ে এই উৎসব উদযাপন করা হয়। |
19 | Ukapachparakikiw Polonia tuqinsa k'uchirt'awayapxatayna, kawkintixa walja walja qhana muruq'unakpunwa wayrar antutjawayapxatayna. | এখানে এখনো কিছু নিজস্ব ঐতিহ্য জীবিত আছে, যে ঐতিহ্য অনুসারে এই সময়ে মেয়েরা তাদের চুলে ফুল গুঁজে রাখে, আগুন জ্বালায় এবং নাচে: |
20 | Aka muspkay video jamuqaw juk'amp parlistu (aka tuqi Neatorama): | এবং সবশেষে অন্যগুলোর সমান গুরুত্বপুর্ণ একটা উৎসবের কথা আপনাদের জানাচ্ছি, সেটি পোল্যান্ডের রেকর্ড ভেঙ্গে ফেলা এক উৎসব উদযাপন। |
21 | Qhipqhiparusti khaysa Tiwanaku-Bolivia jach'a suyu marakansti uka pachparakikiw walpun Willkakuti urux k'uchirt'awayapxatayna, aka 5519 mara katuqkasina. | এই উদযাপনে হাজার হাজার কাগজের লণ্ঠন জ্বালানো হয় এবং রাতের আকাশে সেগুলোকে ভাসিয়ে দেওয়া হয়। যাদুকরী এই ভিডিও তাদের পক্ষে কথা বলছে (এটি পাওয়া গেছে নিটোরামা-এর মাধ্যমে): |
22 | Ukjamarakiw khaysa Patacamaya tuqinsa katuqt'awayapxatayna: | আপনারা কি সলেস্টিস উদযাপন করেন? |
23 | Jumasti markaman Willkakut urunxa k'uchirt'ati? Yatt'ayanipxamaya!!! | কি ভাবে তা পালন করেন, তা মন্তব্যের মাধ্যমে আমাদের জানান! |