# | aym | ben |
---|
1 | Qatar: Parlamentaryunakatak 2013n maran chhijlläwi | কাতার: ২০১৩ সালের সংসদীয় নির্বাচনের তারিখ ঘোষণা |
2 | Qatar ukham sutintatax arsuwayiw ma ur noviembre phaxsit ajllisiwinakax parlamintariyas ukatakix apasiniw aka chika marana 2013. | কাতার আজ ঘোষণা প্রদান করেছে যে ২০১৩ সালে দ্বিতীয়াংশে দেশটিতে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। |
3 | Aka arsuwx Emir ukax yatiyawayiw catarí Shaikh Hamadbin Khalifa Al Thani wali sumampi markachirinakan katuqapxatapa khitinakatix suyapkan Qatar ukan yanapawipa kunatix árabes ukan nayrar sartapxañapataki tukuy cataríes uka jaqinakataki. | কাতারের আমীর শেখ হামাদ বিন খালিফা আল থানি এই ঘোষণা প্রদান করেন এবং নেট নাগরিকরা একে স্বাগত জানিয়েছে। তারা আশা করছে যে দেশটির এক সুন্দর আগামীর জন্য কাতার আরব বসন্তকে সমর্থন জানাবে। |
4 | Catarí Nawaf Al Thani arsuwayiwa: | কাতারের নাগরিক নাইফ আল থানি মন্তব্য করেছে: |
5 | @NawafAlthani:Suma axllisiwi, yanapa taqi kunataki q'alpach markanakan, qullqiutxawi. Yatipan Qatar ukan sartawipxa. | @নাইফআলথানি: অবাধ এক নির্বাচন, সারা বিশ্বের স্বাধীনতার জন্য সমর্থন, এক শক্তিশালী অর্থনীতি… হয়ত শান্তিপূর্ণ কাতার যুগ হিসেবে যাকে জানা যাবে, তা শুরু হয়েছে# কাতার। |
6 | Akamayni editor pulitik yaqhawxtuqitxa jiwasar amstasiystuw: | দোহা ভিত্তিক ফরেন পলিসির সম্পদাক ব্লাক হাউনশেল আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন: |
7 | @blakehounshell: Wali musparañax aka axllisiwtuqit yatiyat khaysa Qatar ukanx juk'akiw ch'amañchawix utjawayi ukatakix Piriyudista catarí Abdulla Al Amadi uka jaqix ñayaw qalltaway kunanakanis lurawinakax ukhatxa: | @ব্লাকহাউনশেল: কাতারের নির্বাচনী সংক্রান্ত ঘোষণার ক্ষেত্রে কৌতূহল জনক বিষয় হচ্ছে এই বিষয়ে জনতার চাপ খুব সমান্য। এদিকে কাতারের সাংবাদিক আবদুল্লাহ আল আমাদি নির্বাচন বিষয়ে তার [আরবী ভাষায়] পরিকল্পনা শুরু করে ফেলেছেন: |
8 | @Abdulla_Alamadi:nayra ajllisiwinakax apasiwayaniw Qatar uka tuqina 2013 uka marana. | @আবদুল্লাহ_ আলামাদি:২০১৩ সালে কাতারের প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। |
9 | Utjaskiw pachax sum askichasiñataki. | এই বিষয়ে প্রস্তুতি গ্রহণের জন্য যথেষ্ট সময় পাওয়া গেছে। |
10 | Nayrir jach'a qalltawisax turkakipañ cultura ukaniw aka jiwasan markasatxa ukhamaraki aka ajllisiwinakatsa. | এই ক্ষেত্রে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে আমাদের সমাজের সংস্কৃতি এবং নির্বাচনের প্রতি তার অবস্থান। |
11 | Saudí Ahmed Al Zahraniukajaqixllakt'awayarakiw[ar]: | সৌদি নাগরিক আহমেদ আল জাহরানি বেদনার্ত [আরবী ভাষায়]: |
12 | | @এ_আলজাহরানী : দেখে মনে হচ্ছে আরব বিপ্লবের প্রতি কাতারের যে সমর্থন তা তাদের সরকারের মানসিকতার উপর ইতিবাচক প্রভাবে ফেলেছে, যারা কিনা নিজ দেশের জনগণকে তাদের নিজেদের লক্ষ্য নির্ধারণ করার সুযোগ করে দিচ্ছে। |
13 | @A_Alzahrani:.amuyasax aka yanapawix nayrat sartañatakix kusa liq'intatxamawa. | আমাদের জন্য [ সৌদি আরবের নাগরিকদের জন্য] কেবল আমাদের প্রার্থনা অবশিষ্ট রয়ে গেছে। |
14 | Gobiernun amuyupanxa kunatix jaqinakar amuyayapki kunjamanis jutir maranakaxa | এবং মোরতাধা আবদুল্লাহ এর সাথে যোগ করেছে [আরবী ভাষায়]: |
15 | Mortadha Abdulla jaqix yapxatiw akhamsasa[ar]: | @মোরতাধা_এ : আমি আবিষ্কার করেছে যে কাতারের নাগরিকরা আসলে লোভী। |
16 | @mortadha_a: amuyastwa cataries ukanakax wali mayjanakawa. Jupanakax Emir ukarukiw chuspajarapxi kunawsatix ajllisiwinakat yatiyapkan ukhax. | কাতারে সংসদীয় নির্বাচনের ঘোষণা প্রদান করার পর তারা তাদের আমীরকে সামান্য ধন্যবাদ জানালো মাত্র। |
17 | Janiw sauditas ukanakarux uñjapkituti. Nanakax yuspajaraptwa jilirisaru jan kun churatata . | তারা কি আমাদের (সৌদি নাগরিকদের) দেখতে পাচ্ছে না, আমরা কোন কিছু না পেয়েও আমাদের বাদশাহকে আমরা ধন্যবাদ দিচ্ছি। |
18 | Periodista Tom Gara uka jaqix akham sawkasiraki: | কাতার ভিত্তিক সাংবাদিক টম গারা রসিকতা করে বলছে: |
19 | @tomgara: Qatar ukajaqix wali qullqiniw kunatix aka ajllisiwinx 2013 utjki ukanx ukhamarakiw ajllitapxani parlamentariyus khaysa Grecia, Francia, Libia ukhamaraki, 19 estados US ukankirinakatxa. | @টমগারা:কাতার এত ধনী যে ২০১৩ সালের তার নির্বাচনের সময় তারা একই সাথে গ্রীস, ফ্রান্স, লিবিয়া এবং যুক্তরাষ্ট্রের ১৯টি অঙ্গরাজ্যের সংসদকে নির্বাচিত করবে। |
20 | Ukhamarakiw Mona Kareem, uka warmix sawkasiñxam munawayatana: | এবং কুয়েতের এক নাগরিকত্বহীন নাগরিক মোনা কারীম, আরেকটি রসিকতা উপস্থাপনের চেষ্টা করছে: |
21 | @monakareem: Ajllisiwinakax Qatar ukatakix aka 2013 maranx irani ukanakar jilir saudis irpirinakaru k'umi. | @মোনাকারীম: #কাতারের ২০১৩ সালের সংসদীয় নির্বাচন হচ্ছে #সৌদি সরকারকে বিব্রত করার জন্য ইরানের এক ষড়যন্ত্র! |
22 | Añchhasti, Qatar jaqinxutjiw mä Comité consultivo [en]kimsa tunka irnaqirimp akax Emir uka jaqimp ajllitanak kunatixjupaxapnaqki poder legislativo ukamarkatxa. | এই মুহুর্তে কাতারে ৩৫ সদস্যের এক উপদেষ্টা পরিষদ রয়েছে, কুয়েতের আমীর যাদের নির্বাচিত করেন। তারা হাতে দেশটির কিছু আইন তৈরির ক্ষমতা রয়েছে। |