# | aym | ben |
---|
1 | Bolivia: ¿Sartäwix kunjam chanirusa? | বলিভিয়াঃ কিসের বিনিময়ে উন্নয়ন? |
2 | TIPNIS uka thakhit wastamp unxtasiwi | টিআইপিএনআইএস সড়ক নিয়ে নতুন বিতর্ক |
3 | Aka post ukax Relaciones Internacionales ukat Seguridad jall ukxatawa [en]. | এই লেখাটি আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদনের অংশ। |
4 | Bolivia suyun que planea cruzar el Territorio Indígena ukat Parque Nacional Isiboro Sécure (TIPNIS) ukha chiq jist'añ amta, markachirinakax 27 uru qasawi phaxsit 2012n Trinidad markat kayuk La paz markar uka amta t'unjasiñapatak mayt'apxi. | বলিভিয়ায় ঐতিহ্যবাহী একটি দূর্গ ও জাতীয় উদ্যান ইসিবোরো সিকিউর (স্প্যানিশে টিআইপিএনআইএস) এর মাঝখান অতিক্রম করে একটি সড়ক নির্মাণ পরিকল্পনা নিয়ে আবারো বিতর্ক ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। ২৭ এপ্রিল, ২০১২-তে টিআইপিএনআইএস- এর অধিবাসী ও সমর্থকরা ত্রিনিদাদ থেকে লাপাজে এই সড়ক পরিকল্পনা বন্ধের দাবি নিয়ে নতুন করে লং মার্চ শুরু করেছে। |
5 | 306 kilometro thakhi lurawix $415 waranqa waranqa ukhaspawa Bolivia ukat Brasil markanakan llumpaqa 2009n maran amataw rixuntatapa. | ২০০৯ সালের আগস্টে বলিভিয়া ও ব্রাজিলের প্রেসিডেন্টের মধ্যে স্বাক্ষরিত ৪১৫ মিলিয়ন ডলারের চুক্তির [es] ফলাফল হল এই ৩০৬ কিলোমিটার রাস্তার পরিকল্পনা। |
6 | OAS ukamp mä contrato lurasina La marcha del TIPNIS llega a La Paz en octubre 2011. | ৪০ মাসের মধ্যে ব্রাজিলিয়ান অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ব্যাংকের(বিএনডিইএস) অর্থায়নে ব্রাজিলিয়ান কোম্পানি ওএএসএই বাস্তবায়নশীল চুক্তির জন্য অনুমোদিত হয়েছে। |
7 | De Szymon Kochański en flickr (CC BY-NC-ND 2.0) | ২০১১ এর অক্টোবারে লাপাজে টিআইপিএনআইএস মার্চ পৌঁছেছে। ফ্লিকারে সিমোন কোচানস্কির ছবি (CC BY-NC-ND 2.0) |
8 | Taypi sata phaxsin 2011 maranxa, indígenanakan walja urunak kayuk sarapxatapata, ukatx sartasirinakax La Paz markaruw purini, Evo Morales irpirix mä kamachi utt'ayi TIPNIS ukax jan llamt'kayaw (“intangible” o “intocable”), ukax uraq arxatir arnakjirinakatak (activistas) ukhamarak indígena tamanakatakix qhip qhipa arjam ukatuqit amuyat'ata. | ২০১১ সালের অক্টোবরে, আদিবাসী ও বিক্ষোভকারীদের লং মার্চ লাপাজে পৌঁছানোর পর, প্রেসিডেন্ট ইভো মোরালেস টিআইপিএনআইএসকে “অচ্ছুৎ” বা “অস্পৃশ্য” আখ্যা দিয়ে একটি বিল পাস করেছেন, যা পরিবেশবাদী ও আদিবাসী সংস্থাগুলো এই ব্যাপারে শেষ কথা হিসেবে বুঝে নিয়েছে। যাহোক, ২০১২ এর ফেব্রুয়ারিতে বলিভিয়ার সরকার তার সমর্থকদের একত্রিত করেছে এবং একটি ভিন্নমত সমর্থন করেছে যা “পূর্ববর্তী পরামর্শের” জন্য এক নতুন আইন তুলে ধরেছে যেখানে আদিবাসীরা বলার আরো সুযোগ পাবে। |
9 | Morales jilatax jichhax janiw amtäwix (contrato) lurasxanit thakhix OAS uka tamamp sarakiwa qasawi phaxs qalltkasaxa, ukhamas arst'irinakax janiw munkapxit jiskt'anaka (consulta previa). | কনফেডারেশন অফ ইন্ডিজেনাস পিপলস অফ বলিভিয়া (সিআইডিওবি) সমর্থিত টিআইপিএনআইএস এর আদিবাসীদের মতে, যে কোন চুক্তি স্বাক্ষর করার আগে সাংবিধানিক নিয়ম মেনে চলা উচিত। |
10 | Walt'at indígena tamanak ukhamarak markan jakirinakax uñjapxiw Evo Moralesaru indígena irpiri ukhamarak kuka laphi yapuchiri waliruw uñti. | অবশেষে মোরালেস এপ্রিলের শুরুতে ব্রাজিলিয়ান কোম্পানি ওএএস-এর সাথে সড়ক চুক্তি বাতিলের ঘোষণা দেন, কিন্তু তাতেও বিক্ষোভকারীরা প্রস্তাবিত শর্ত ও কার্যক্রমসমূহ প্রত্যাখ্যান করেছে। |
11 | Ukampirus, indígena tamanakax artasipxiw kunatix sapxiw janïr kuna amtäw rixintkasax jiwasaruw jiskt'añasa sasina. | আদিবাসী সংস্থা ও নাগরিকদের একটা বড় অংশ স্বীকার করেছে যে ইভো মোরালেস - যিনি নিজেই এক আদিবাসী ও কোকা উৎপন্নকারী নেতা- তিনি তাদের অবস্থার উন্নয়ন করেছেন। |
12 | Aka video ukax indijinanakan thakhi lurañ amtat arst'awinakapaw uñt'ayasi. Uka thakhi lurañ amtax qhurut arsusuiwinak uñt'ayi. | তারপরও আদিবাসী সংস্থাগুলো জোর দিয়ে বলেছে যে, তাদের প্রতিবাদের বিষয় হল, তাদের ভবনগুলোকে ব্যবহার করার ব্যবস্থা গ্রহণের আগে তাদের সাথে পরামর্শের অধিকার রয়েছে[es]। |
13 | Ukhamasa, Bolivia apnaqirinakax thakhi luräwix kuna askis kunatix chinthaphispaw marka taypiwjampi saskapxakiwa, qalltas kawkhanti juk'amp kuka yapuchapki, ukhamarak kawkhanti Evo Morales jilax ch'amanchäw thaqki. | এই ভিডিওটি টিআইপিএনআইএস আদিবাসীদের বাসভবন ও সড়ক পরিকল্পনার ব্যাপারে তাদের মতামত তুলে ধরেছে। ঐ সড়ক নির্মাণের পরিবেশগত ফলাফলও এই বিক্ষোভের [es] আরেকটি কারণ, বিশেষ করে বলিভিয়ার উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে। |
14 | Kuka yapuchirinakax qhanaw wal ch'amanchapx thakh lurasiñpataki, kunataix wali askispaw Parque Nacional del TIPNIS-tuqin juk'amp kuka yapucharantañataki. | তারপরও বলিভিয়ার সরকার ইভো মোরালেসের খামারে যেখানে অবৈধ কোকা উৎপন্ন হয়, সেখান থেকে কেন্দ্রীয় অঞ্চলের সাথে একটি সড়ক যুক্ত করার সুবিধার উপর জোর দিচ্ছে। |
15 | Ukax yamas walpun mayj mayj amuyunak uraqi ukxat utjayi. Arsuwinkax plataformas de medios sociales, ukat yamakis Twitter (bajo la etiqueta #TIPNIS) ukan uñjasi. | কোকা-উৎপাদনকারী সংস্থাগুলো প্রত্যক্ষভাবে সড়ক নির্মাণকে সমর্থন দিচ্ছে যেহেতু টিআইপিএনআইএস জাতীয় উদ্যানে তাদের উৎপাদন প্রসারের সুযোগ রয়েছে, এটি পরিবেশ বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংস্থা ও জনগণের মনে আরো সন্দেহ সৃষ্টি করেছে। |
16 | Mä Una de las preguntas jasa jiskt'awix siwa “#TIPNIS uksan thakhi lurasiñapampix iyawatat janicha?” | সামাজিক মাধ্যমগুলোতেও, বিশেষ করে টুইটারে বিতর্ক চলছে(হ্যাশট্যাগ #TIPNIS-এর অধীনে)। এর মধ্যে একটি সাধারণ প্রশ্ন “আপনারা #TIPNIS সড়কের পক্ষে নাকি বিপক্ষে?” |
17 | Jaysawinx akhamaw uñjasi: | উত্তরগুলোর মধ্যে ছিলঃ |
18 | “amuyatax suyuruw churasiñapa,TIPNIS ukan thakhi jist'arasisp ukax Bolivia susyutakix askispawa” | “আমি মনে করি, দেশের মধ্যে ঐক্যমত্য থাকা উচিত, যদি তা…টিআইপিএনআইএস-এর জন্য ভালো হয়, তাহলে বলিভিয়ার সর্বোত্তম জায়গায় সড়কটি নির্মান করা যেতে পারে।” |
19 | K'umiwinakax uka thakhi lurañatx walw utji Iniciativa Integración de la Infraestructura Regional Suramericana (IIRSA) Brasil uka markan yanapt'apampi. Gustavo Soto jupat yatxatawipax blog CEADESC ukan uñjasi: | সমালোচকরাও সড়ক নির্মান প্রকল্প ও ব্রাজিলিয়ান-সমর্থিত ইন্টিগ্রেশন অফ রিজিওনাল ইনফ্রাস্ট্রাকচার ইন সাউথ আমেরিকা (আইআইআরএসএ) পদক্ষেপের সম্পর্ক এনেছেন, যা দক্ষিণ আমেরিকার অর্থনীতিকে নতুন শক্তি, যাতায়াত ও টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যুক্ত করার উন্নয়ন প্রকল্প। |
20 | MAS taman 2010-2015 luräwinakapan uñtayiw Bolvian qulqinchäwipa (economía) (Brasil, China, India, Corea) intereses capitalista ukaruw aka jutir siglo 21, jach'a amtäw (megaproyectos) energéticonakana, thaki luráwinakana ukhamarak extractivonakana uñt'ayata, qutucht'ata IIRSAtuqina, ukaw indígena derechonaka jan respetkiti. | CEADESC [es] ব্লগে গবেষক গুস্তাভো সোতোর ব্লগ অনুসারেঃ ২০১০-২০১৫ এমএএস (ইভো মোরালেসের রাজনৈতিক দল) পরিকল্পনা দ্বিতীয় আইআইআরএসএতে সমন্বয়ের জন্য উচ্চ-শক্তি…রাস্তা এবং নমনীয় প্রকল্পের মাধ্যমে বলিভিয়ান অর্থনীতি ও ২১ শতকের বৈশ্বিক পুঁজিবাদী রাষ্ট্রসমূহের মধ্যে সমতা নির্দেশ করে, যা অনিবার্যভাবে আদিবাসীদের অধিকার লঙ্ঘন করে। |
21 | Aka post ukax español, árabe ukatx francés ukanakax International Security Network (ISN) ukan jaysatawa mä alianza ukhama uraqpachar uñt'ayañataki. | |
22 | Aka blog ISN [en] ukaru mantasaw juk'ampinak uñjapxasma. | আরো খবর জানতে দেখুন আইএসএন ব্লগ। |