Sentence alignment for gv-aym-20150725-7359.xml (html) - gv-ben-20150622-49380.xml (html)

#aymben
1Nepal- Tharu markan markachirinakax anemia falciforme usump jan walt'ayatawaসিক্‌ল-সেল রোগটি বিশেষভাবে নেপালের থারু জনগোষ্ঠীর উপর প্রবল আঘাত হেনেছে
2Mujer tharu rodeada de sus vacas en un pueblo cerca de Dhangadhi.একজন থারু নারী ধানগাধির বাইরে একটি থারু গ্রামে তার গরু সামলাচ্ছে।
3Imagen del usuario Inhabitat en Flickr.ইনহ্যাবিট্যাট নামের একজন ফ্লিকার ব্যবহারকারীর সৌজন্যে ছবি।
4Con licencia BY-NC-ND 2.0.সিসি লাইসেন্স এর অধীনে ব্যবহৃত হয়েছে।
519 uru willka kuti phaxsinx uraqpachanw Día mundial de la anemia falciforme ukax amtasi, indígena tharu Nepal markanx uka usux utjiwa, waljaniw uka usump jiwapxi.বিশ্ব যখন ১৯শে জুন তারিখে বিশ্ব সিকল সেল দিবস পালন করছে তখন নেপালের আদিবাসী থারু জনগোষ্ঠীর একটি বিরাট অংশের মধ্যে এই রোগের সচেতনতার অভাব রয়েছে, যদিও এই রোগের ফলে অনেকেই তাদের প্রাণ হারিয়েছে। একজন নির্মাণ প্রকৌশলী প্রমোদ নিউপানি টুইট করেছেন:
6Pramod Neupane, ingeniero civil, twitter uksan qillqt'i:থারু জনগোষ্ঠীর মধ্যে সিক্‌ল সেল রোগ একটি বংশানুক্রমিক জীনগত ব্যাধি। জরুরীভাবে নজর দেয়া প্রয়োজন
7Tharu markanx anemia falciforme usux trastorno hereditario ukhamawa. Tharu, narkax pusïr tamawa, paqallkut pisiwa yaqha markanakat sipana.জনসংখ্যার দিক থেকে নেপালের চতুর্থ সর্ববৃহৎ দল থারুদের মধ্যে অথারু জনগোষ্ঠীর তুলনায় ৭ গুণ কম ম্যালেরিয়ার প্রকোপ লক্ষ্য করা যায়।
8Tharunkirinakax llanuras uksanw jakasipxi, malaria usump walja mara jan walt'ayata.থারুরা যে সমতল ভূমিতে বাস করে আসছে, সে জায়গাগুলো হাজার হাজার বছর ধরে ম্যালেরিয়া রোগ দ্বারা উপদ্রুত হয়েছে।
9Anemia falciforme jan ukax falcemia usux kawkhantï malaria ukamp aynacht'at markanakak uksanx utjakipuniwa, falcemia usumpinakax malaria usumpix janiw anynacht'apkiti.ম্যালেরিয়া-আক্রান্ত্র এলাকাগুলোতে সিক্‌ল সেল রোগের প্রকোপ বেশী দেখা যায়, এবং সিক্‌ল সেল রোগের লক্ষণযুক্ত ব্যক্তিরা ম্যালেরিয়ার ক্ষেত্রে আরও বেশী প্রতিরোধী হয়।
10Twitter Genetics and Beyond qillqt'iwa:জেনেটিক্স এ্যাণ্ড বিয়ণ্ড নামের টুইটার হিসেব থেকে টুইট করা হয়েছে:
11Kunatas anemia falciforme ukax malaria usut jark'aqpacha?কেন সিক্‌ল সেল এ্যানিমিয়া ম্যালেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা দেয়?
12Anemia falciforme usun jaqinakar uñjasasa, wali muspkayaw jan akxat yatipxatapata.প্রচুর পরিমাণে লোক সিক্‌ল সেল রোগে আক্রান্ত হওয়ার পরও এটি বিস্ময়কর যে খুব স্বল্প সংখ্যাক লোক এটি সম্পর্কে সচেতন।
13Anemia falciforme usux glóbulos rojos ukaruw jan walt'ayi, vasos sanguíneos ukanakanx janiw jasak wilax maysar maysar muytkiti.সিক্‌ল-সেল রোগ তার এই নামটি পেয়েছে লোহিত কণিকার অস্বাভাবিক আকৃতির কাছ থেকে, যেটিকে দেখতে একটি সিক্‌ল বা কাস্তের মতো মনে হয়, যেগুলো রক্ত নালীর ভিতরে আটকে যায়।
14Aka trastorno ukax awkinakat juti, janiw wilax jasak sarkiti.
15Uka usut qullasiñatakix tratamiento ukax wali jila chaniniwa, ukatx Nepal uksanx janiw utjiti, India markan usut qullayasiñatakix walja wila masinakaw yänakap aljthapisipxi.পিতামাতার কাছ থেকে পাওয়া এই ব্যাধিটি রক্তনালীর মাধ্যমে দেহে অম্লজান যোগান দেয়া কঠিন করে তোলে ফলে তীব্র ব্যাথা হয় এবং ধীরে ধীরে অঙ্গ হানি ও সময়ে সময়ে স্ট্রোকের মতো জটিলতার সৃষ্ট করতে পারে।
16এই রোগের নির্ণয় ও চিকিৎসা করা খুবই ব্যয়বহুল এবং নেপালের স্থানীয় স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলোতে পাওয়া যায় না, অনেক পরিবারই ভারতে চিকিৎসা পাবার জন্য তাদের জমিজমা ও সম্পত্তি বিক্রয় করে দিয়েছে।
17Maymarax Nepal markan jilïr irpiripax falcemia usun jaqinakatakiw inak qullayasiñxatw arst'awayäna.গত বছর, নেপালের সরকার সিক্‌ল-সেল রক্তশূন্যতার রোগীদের জন্য বিনা মূল্যের চিকিৎসার ঘোষণা দিয়েছে।
18Maysatxa, centros de salud utanakanx janiw wakiskir yanakax utjkiti yamakis diagnostico lurañatakix janipuniw wutjkiti: wila analisañatakix India markaruw apayata.যদিও, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই, এবং এমনকি রোগ নির্ণয়ের জন্যও রক্তের নমুনা ভারতে পাঠাতে হয়।
19Qullirinakax anemia falciforme uka jark'aqañatakix askiw markachirinakar qhanancht'as uñacht'ayaña.ডাক্তাররা বলেন যে সিক্‌ল-সেল রোগ প্রতিরোধ করার জন্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
20Janiw piykatayasir usukiti, jaqinakax trastorno ukampiw yuripxi.এটি ছোঁয়াচে নয় এবং মানুষ এগুলো নিয়েই জন্মগ্রহণ করে।
21Kunapachatï wawanakax aka usumpik ukhax sapa patakatx 25 chacha warmiw wawanakapar piykatayapxi, ukatakix askiw aka usun jaqinakan jan jaqichasipxañapaxa.যদি তার মাতা-পিতা উভয়েই এই রোগটির লক্ষণ বহন করে তবে যেহেতু একটি শিশুর এই রোগে আক্রান্ত হবার সম্ভবনা থাকে ২৫ ভাগ, সেহেতু যাদের মধ্যে এই লক্ষণ দেখা যায় তাদের মধ্যে বিবাহ না করার পরামর্শ দেয়া হচ্ছে।
22Qullirinakax tharu markaruw iwxt'i, kawkhantï aka usux utjki ukachiqanakanx may may chiqankiriw jaqichasipxi ukat ukham usux utji. Yatiyañakiw utxi, ukat mayanakax jupanakakiw puriskani.যে এলাকায় এই রোগের প্রকোপ অনেক বেশী সেই এলাকায় থারু জনগোষ্ঠী যাতে অন্যান্য গোষ্ঠীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় সে ব্যাপারে ডাক্তাররা আরও পরামর্শ দিয়েছেন, যাতে এ রোগটি আরও ছড়াতে না পারে।
23Obamax 19 uru willka kuti phaxsin falceforme uru amtkasax falcemia ukxat arst'awayi.আমাদের যা প্রয়োজন তা হোল সচেতনতা, অন্যান্যরা বিশ্ব #সিক্‌লসেল দিবস ৬/১৬ এর জন্য #সিক্‌লসেলএরউপরকথাবলুনওবামা অনুসরণ করুন