Sentence alignment for gv-aym-20130904-6146.xml (html) - gv-ben-20130824-38345.xml (html)

#aymben
1FOTOS: Capital de Filipinas uksanx umaw jan walt'ayawaykataynatiছবিঃ ফিলিপাইন্সের রাজধানীতে সর্বোচ্চ বন্যার রেকর্ড
2Tormenta tropical Maring ukax causó inundaciones en el área metropolitana de Manila uksanw jan walt'awinak utjayawayi, ukanx 8 jiwata, 41 usuchjat ukat 4 chhaqhata ukham utjayawayi.ক্রান্তীয় ঝড় মারিং (আন্তর্জাতিক নাম ট্রামি)- এর কারনে ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলাসহ সংলগ্ন প্রদেশগুলোতে সর্বোচ্চ বন্যার রেকর্ড হয়েছে।
3Jilir irpiripan yatiyawiparjamax 125.348 wila masi (602.442 jaqiw) uka tormentan jan walt'ayat jikxatasipxi.এ বন্যার কারনে ৮ জন হত, ৪১ জন আহত এবং ৪ জন নিখোঁজ হয়েছে।
420 uru llumpaqa phaxsikamax 40.837 jaqiw 198 centros de evacuación ukan jikxatasipxi.সরকারী প্রতিবেদন অনুযায়ী এ ঝড়ে ১২৫,৩৪৮ টি পরিবার (৬০২,৪৪২ জন) ক্ষতিগ্রস্ত হয়েছে।
5Uka uman jan walt'ayatax 65 jach'a thakhiruw jan walt'ayawayi ukachiqxa janiw kuna k'añaskus sarxanti.আগস্টের ২০ তারিখ বিকেল পর্যন্ত ১৯৮ টি আশ্রয়কেন্দ্রে ৪০,৮৩৭ জন আশ্রয় নিয়েছেন। বন্যার কারনে ৬৫ টি টি প্রধান সড়ক চলাচল অযোগ্য হয়ে পড়েছে।
6Niya 415 áreas 68 municipios/ciudades ukhaw jan walt'ayat jikxatasitayna.৬৮ টি টি পৌরসভা/ শহরের প্রায় ৪১৫ টি অঞ্চলে বন্যা রেকর্ড করা হয়েছে।
7162 vuelos (59 internacionales ukat 103 nacionales) ukhaw uka tormente ukan utjatapat jan jaltawayxapxanti.ঝড়ের কারনে সর্বমোট ১৬২ টি টি ফ্লাইট (৫৯ টি আন্তর্জাতিক ও ১০৩ টি অভ্যন্তরীণ)- এর উড়ান বাতিল করা হয়েছে।
8Filipinos ukankirinakax etiquetas #marigngPH ukat #floodPH ukanak apanaqapxana, uka jan walt'awinakat uñt'ayañataki, uka phutunakax facebook ukat twitter uksanw uñt'ayasina.ম্যানিলা ও তার আশেপাশের অঞ্চলের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য ফিলিপিনোরা #মারিংপিএইচ এবং #ফ্লাডপিএইচ নামের হ্যাসট্যাগ ব্যবহার করছেন।
9Foto de World Vision Una villa inundada al sur de Manila.টুইটার ও ফেসবুকের কিছু ছবিতে বন্যার দুর্যোগের চিত্র ফুটে উঠেছে।
10Foto por @erwinlouisছবি- ওয়ার্ল্ড ভিশন- এর সৌজন্যে
11Inundación en Marikina, este de Manila. foto tomada de la página de facebook de Prospero De Veraম্যানিলার দক্ষিনে একটি বন্যাক্রান্ত গ্রাম, ছবি @এরউইনলুইস-এর সৌজন্যে ম্যানিলার পূবে মারিকিনার বন্যা।
12Foto por YouScooper Jefferson Levie, de la página de Facebook de GMA newsছবি- প্রসপেরো দে ভেরা-এর ফেসবুক পাতার সৌজন্যে ছবি- জিএমএ নিউজের ফেসবুক পাতায় ইউস্কুপার জেফারসন লিভে-এর সৌজন্যে
13Universidad inundada en Manila.ম্যানিলার একটি বন্যা প্লাবিত বিশ্ববিদ্যালয়।
14Foto por Salina Teo, de la página de Facebook de TomasinoWeb!ছবি- তোমাসিনো ওয়েব - এর ফেসবুক পাতায় সালিনা তেও-এর সৌজন্যে!
15Inundación no tan profunda en Manila. Foto por Jam Sisanteম্যানিলায় হাটু পরিমান বন্যা, ছবি- জ্যাম সিসান্তে-এর সৌজন্যে
16Inundaciones cerca del principal distrito financiero del país.দেশের প্রধান বানিজ্যিক জেলায় বন্যা।
17Foto por @siao88ছবি- @সিসাও৮৮-এর সৌজন্যে
18Inundación cerca del ayuntamiento de Manila.ম্যানিলা সিটি হল এর কাছে বন্যা।
19Foto por Manila Bulletinছবি- ম্যানিলা বুলেটিন-এর সৌজন্যে
20Inundación en Guagua, cerca de Manila.ম্যানিলার উত্তরে গুয়াগুয়াতে বন্যা।
21Foto de la página de Facebook de The College Mirrorছবি- দি কলেজ মিরর-এর ফেসবুক পাতার সৌজন্যে
22Inundación en el antiguo centro de Manila . Foto por Philippine Starম্যানিলার পুরাতন বাণিজ্যিক অঞ্চলে বন্যা, ছবি- ফিলিপিন স্টার-এর সৌজন্যে
23Inundación en Makati, el principal distrito financiero del país.দেশের কেন্দ্রীয় বানিজ্যিক জেলা মাকাতিতে বন্যা।
24Foto por Ryan Chuaছবি- রায়ান চুয়ার সৌজন্যে