Sentence alignment for gv-aym-20120927-4786.xml (html) - gv-ben-20121002-31625.xml (html)

#aymben
1Chile: Twitter ukax México markan chhijllt'at irpiriparuw katuqi akham arumpi “sarama”
2Juywis 20 uru sata qallta phaxsit 2012 maran México markan chhijllat Enrique Peña Nieto irpirix Chile markaruw purt'awyi, ukax pusïr markaw Centro ukat Sudamérica ukar purt'kasaxa.চিলি: নেটনাগরিকরা মেক্সিকোর আসন্ন রাষ্ট্রপতিকে “চলে যেতে” বলেছে ২০শে সেপ্টেম্বর, ২০১২ বৃহস্পতিবার মেক্সিকোর ক্ষমতায় বসতে যাওয়া রাষ্ট্রপতি এনরিকে পেনা নিয়েতো তার মধ্য ও দক্ষিণ আমেরিকা জুড়ে প্রথম সফরের চতুর্থ দেশ হিসেবে চিলি সফর শুরু করেছেন।
3Sebastián Piñera, irpirimp mä arum manq't'asiwi maq't'asitatx ururüru arumirjax Chile markan empresarionakapan irpirinakapampiw tantacht'asipxi, ukatsti Palacio de la Moneda ukarurakiw sarawayi.রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরার সঙ্গে ব্যক্তিগত নৈশভোজের পরের দিন সকালে তিনি চিলির প্রধান ব্যবসায়ীদের সঙ্গে সভা করার পর মোনেদা প্রাসাদে সরকারী সফর করেন। পেনা নিয়েতো তার টুইটার একাউন্টে (@ইপিএন) আতিথেয়তার জন্যে রাষ্ট্রপতি পিনেরাকে ধন্যবাদ জানান [স্প্যানিশ ভাষায়]:
4Peña Nieto jupasti Twitter cuentapanw (@EPN) jallallt'awayi:@এপেএন্নে: আমি তার আতিথেয়তা এবং ফলপ্রসূ সাক্ষাতের জন্যে রাষ্ট্রপতি @সেবাস্তিয়ান পিনেরাকে ধন্যবাদ জানাই।
5@EPN: Presidente @sebastianpinera ukaruw jallallt'ta uka tantachtäwita.
6Chile markampix sartañatakix aski amuyunakax utjaskakiniwa.চিলির সঙ্গে আমাদের সম্পর্ক কৌশলগতভাবে অব্যাহত থাকবে।
7Ukampirusa, janiw arukikanti.তবে সবকিছুই সম্মেলন, করমর্দন আর এবং প্রোটোকল ছিল না।
8চিলির #ইয়োসয়১৩২ আন্দোলনের সদস্যরা মোনেদা প্লাজায় ক্ষমতায় বসতে যাওয়া রাষ্ট্রপতির সফরের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্যে তাদের একজন মেক্সিকান বংশোদ্ভুতসহ [স্প্যানিশ ভাষায়] শীর্ষ ছয়জনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে [স্প্যানিশ ভাষায়]।
9#YoSoy132-Chile ukankirinakax jist'antäwitw uñt'ayapxäna suxta masinakapatx mayniw mexicano markankirïna- Plaza de La Moneda uksan chhijllat jilïr irpirin purinitapat arusitapata.এদিকে টুইটারে চিলির নেটনাগরিকরা #ভেতেদেচিলাপেনানিয়েতো [স্প্যানিশ ভাষায়] (“পেনা নিয়েতো চিলি ছাড়ো”) হ্যাশট্যাগ দিয়ে মেক্সিকানদের আগামী নেতাকে স্বাগত জানায়। মেক্সিকান নেটনাগরিকরা একটি বিনিময় তৈরী করে এই হ্যাশট্যাগের জবাব দিলে হ্যাশট্যাগটি আলোচিত বিষয়ে পরিণত হয়।
10Ukhakamax Twitter ukanxa , chilinkir cibernautanakax Mexico market jutir jilïr irpirirux akham sasinw aka etikitatuqinx katuqapxatayna #VetedeChilePeñaNieto.মন্তব্যগুলো উভয় দেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন থেকে শুরু করে লাতিন আমেরিকার একালের সবচেয়ে বিতর্কিত এই দু'জন রাজনীতিবিদের সাক্ষাৎ সম্পর্কে ব্যঙ্গাত্মক মন্তব্যের মতো ভিন্নতা রয়েছে।
11Mexico markankir Cibernautanakax ukarux jaysapxarakitaynawa:এখানে আমরা এইসব প্রতিক্রিয়ার কিছু সংগ্রহ করেছি:
12Chileno Max Barata (@MaxBarata) ukax akham arst'atayna :চিলির ম্যাক্স বারাতা (@ম্যাক্সবারাতা) [স্প্যানিশ ভাষায়] কৌতুক করেছেন:
13@YoSoy132chile ukan Twittertuqin uñt'ayata“আপনি আরোপিত রাষ্ট্রপতিকে চিলিতে তার আগমনের উপর কী জিজ্ঞাসা করতে চান?
14@MaxBarata: Piñera ukat Peña Nieto.” @ইয়োসয়১৩২চিলি ছবিটি টুইটারে ভাগাভাগি করেছে @ম্যাক্সবারাতা: পিনেরা এবং পেনা নিয়েতো।
15Falta Lex Luthor ukat Darth Vader “Cumbre” ukwa uchapta.লেক্স লুথার এবং ডার্থ ভেডারের অনুপস্থিতির কারণে আমরা এটিকে একটি “শীর্ষ সম্মেলন” বলতে পারছি না
16Ukhakamax Chascas Valenzuela (@elchascas) uka pani irpirit lup'itayna:এদিকে, চেসকাস ভ্যালেঞ্জুয়েলা (@এলচেসকাস) [স্প্যানিশ ভাষায়] এই দুই নেতার মধ্যে সাক্ষাৎ কেমন হতে পারে কল্পনা করেছেন:
17@elchascas: Peña Nieto ukat Piñera ukan aruskipäwinakapax mä sketch de humor ukhamaspawa.@এলচেসকাস: পেনা নিয়েতো এবং পিনেরার মধ্যে সংলাপটি অবশ্যই একটি হাস্যকর ছবির মতো হতে হবে। এই দু'জন একই সময়ে দারিদ্র্য, হেলিকপ্টার এবং গলফ সম্পর্কে কথা বলে চলছেন।
18Paninix pisin jakäwit helicópterunakat ukat golf ukat aruskipasipki.সাংবাদিক কারমেন আরিস্তেগির ব্যাঙ্গাত্মক অ্যাকাউন্টটি (@আরিস্তেগি_সিএনএন) [স্প্যানিশ ভাষায়] ছিল (একেবারে) সরাসরি:
19Carmen Aristegui (@Aristegui_CNN) yatiyirix uñt'ayanwa :@আরিস্তেগি_সিএনএন: #ভেতেদেচিলাপেনানিয়েতো না না! তাকে ওখানে থাকতে দিন!
20@Aristegui_CNN: #VetedeChilePeñaNieto ¡Janiwa!আপনারা তাকে বিনামূল্যে পেতে পারেন!
21¡Ukan qhiparaskakpa! Alonso Damián (@AlonsoDamian) Iquique, Chile markatpach jayst'atayna:চিলির ইকিকে থেকে অ্যালোনসো দামিয়েন (@অ্যালোনসোদামিয়েন) [স্প্যানিশ ভাষায়] তার জবাব দিয়েছেন:
22@AlonsoDamian: @Aristegui_CNN janiw kunatsa!@অ্যালোনসোদামিয়েন: @আরিস্তেগি_সিএনএন না ধন্যবাদ!
23Munapst ukhax Piñera khitanipxäwa.আপনারা চাইলে আমরা পিনেরাকে(ও) পাঠিয়ে দিতে পারি
24México markatpacha, Comité Jurídico ukat Derechos Humanos 132 (@ComiteDH132) ukanakax aka kikipt'aw lurapxi:মেক্সিকো থেকে বিচার বিভাগীয় ও মানবাধিকার কমিটি ১৩২ (@কোমিতেদেআচে১৩২) [স্প্যানিশ ভাষায়] এই তুলনাটি করেছে:
25@ComiteDH132: Akax pinochetismo ukatx janiw mayjt'atakiti… #VeteDeChilePeñaNieto Ukhakamax Gaby (@Gigi_091) uñt'ayarakitaynawa:@কোমিতেদেআচে১৩২: পিনোশেবাদ এবং পেএররেইবাদ এর মধ্যে পার্থক্য যদি কিছু থেকে থাকে একমাত্র সেটা এখানে হলো, প্রকৃতপক্ষেই নিখুঁত একনায়কতন্ত্রের… #ভেতেদেচিলাপেনানিয়েতো
26@Gigi_091: Peña Nieto uka cuntra arsusiwinaka Janiw Televisa ukan yatiyäwinakapakiti?এদিকে গ্যাবি (@গিগি_০৯১) [স্প্যানিশ ভাষায়] নিন্দা করেছেন: @গিগি _০৯১: পেনা নিয়েতোর বিরুদ্ধে চিলির বিক্ষোভকারীরা কী তেলিভিসিয়ার খবর নয়?
27Cámara de Diputados uksat yatiyäwinakapawa …তবে কংগ্রেসে একটি ব্ল্যাকআউট (খবর)…
28Ukatx Enrique J. Bautista (@kmach02) Tabasco, México markatpach arst'ani.এবং মেক্সিকোর তাবাস্কো থেকে এনরিকে হোতা বাওতিস্তা (@কেমাচ০২) [স্প্যানিশ ভাষায়] এই অনলাইন প্রতিবাদের মাধ্যমে উভয় দেশের কিছু কিছু নেটনাগরিকের অনুভূত বন্ধন সম্পর্কে বলেছেন:
29@kmach02: #VetedeChilePeñaNieto ukürux Chile ukat México markanakax askinjamaw jikxatasipxäna… jupanakax yatichäwit ch'axwapxäna jiwasanakax janiw sawitrak arsusktana.@কেমাচ০২: #ভেতেদেচিলাপেনানিয়েতো এবং সেইদিন চিলি এবং মেক্সিকো অনুভব করেছে যেকোন কালের চেয়ে অনেক বেশি ভাই ভাই… তারা শিক্ষার জন্যে যুদ্ধ এবং আমরা চাপিয়ে বিরুদ্ধে যুদ্ধ করছি।