Sentence alignment for gv-aym-20110224-1031.xml (html) - gv-ben-20110213-15677.xml (html)

#aymben
1Venezuela: Chávez Jilïr Irpirin 12ni Mara Irpxarutapaভেনেজুয়ালে: হুগো শ্যাভেজের শাসনকাল ১২ বছরে পা দিয়েছে
2Presidente de la República Bolivariana de Venezuela,Hugo Chávez Frías.রাষ্ট্রপতি হুগো শ্যাভেজ ফ্রিয়াস। ছবি ফ্লিকার ব্যবহারকারী বার্নার্ডো লন্ডির, সিসি বাই-এনসি-এসএ ২.
3Imagen de usuario de Flickr Bernardo Londoy, usada bajo licencia CC BY-NC-SA 2.0০ লাইসেন্স-এর অধীনে এটি ব্যবহার করা হয়েছে। আদর্শিক মত পাথর্ক্য যে ভেনেজুয়েলা নামক রাষ্ট্রটিকে দুটি ভিন্ন জাতিতে বিভক্ত করে ফেলেছে তা বোঝার জন্য আপনাকে ভেনেজুয়েলায় বাসবাস করতে হবে না।
4তবে এটি সত্যি যে বিশ্বের সব দেশ মানুষের অবশ্যই ভিন্ন ভিন্ন দৃষ্টি থাকবে, বিভিন্ন রাজনৈতিক দল এবং মোর্চা থাকবে, যারা বর্তমান প্রশাসনের পক্ষে বা বিপক্ষে অবস্থান করবে, যা এক শক্তিশালী রাষ্ট্রে দেখা যায়, যেখানে এ সবরের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ সব আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
5ভেনেজুয়েলা এমন এক রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে উভয়ের মত পার্থক্যের সীমা ছাড়িয়ে যাওয়া বর্তমানে অন্য যে কোন ল্যাটিন আমেরিকার রাষ্ট্রের চেয়ে “স্বাভাবিক” বলে মনে হবে।
6Hugo Chávez Jilïr irpirixa, 2 uru anata phaxsinx 2011ni maranx 12ni mara wali ch'amamp irpxarutapw phuqhi.পরিহাস ক্রমে দুটি দলের মধ্যে একটি সাধারণ বিষয়ে মিল রয়েছে তা হচ্ছে “হুগো শ্যাভেজ”। যিনি ২ ফেব্রুয়ারি, ২০১১ তারিখে তার ক্ষমতায় আরোহণের ১২ বছর পূর্তি উদযাপন করলেন।
7Aka uñjawinx markan kallinkapanx askinw uñt'ayasi.দেশের প্রতিটি ক্ষেত্রে এই বিভাজনের রেখাটি খুবই সুক্ষ।
8একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা সারা বিশ্ব এমন এক আলোচনার স্বাক্ষী হয়েছে, যাকে আমরা বলছি সোসাইটি ২.
9Uraqpachan ch'axwawix redes sociales 2.0 ukan uñt'ayasi: venezolanunakax Twitter ukx platafermapakaspas ukjam apxarupxi, jilïr irpirin 12ni mara irpxarutapan pantjasiwinakapxat aruskipañataki.০: ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে এক দল দেশটির ১২ বছর ধরে শাসন করার ক্ষেত্রে সরকার কি কি ভুল করেছে এবং অন্য দল কি ভাবে বিপ্লব অর্জিত হয়েছে তা নিয়ে আলোচনা করছে। সেই সব বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে তারা টুইটারকে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছে।
10Luis Vicente Leon @luisvicenteleon Datanálisis (Empresa de Investigación de Mercados) ukan irptirix uñt'ayiwa:ডাটাএ্যানালাইস [স্প্যানিশ ভাষায়] (বিপণন বিষয়ক গবেষণা কোম্পানী) নামক প্রতিষ্ঠানের মহাপরিচালক লুইস ভিসেন্টে লিওন (@লুইসভিসেন্টেলিওন) ঘোষণা করেছেন:
1112ni maranx Venezuelax payar jaljatawa, ukampirus maynirix wali qulqini, ukjamarak wali ch'amani (poder).১২ বছর পর ভেনেজুয়েলা দুটি অংশে বিভক্ত হয়ে যাবে, কিন্তু একদলের হাতে থাকবে আরো বেশি অর্থ, ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং তারা সংগঠিত হয়ে থাকবে।
122 uru anata phaxsin tuits ukan uka jaljtawix uñt'ayasi.যদি কেউ একজন এই বিভক্তির বিষয়টি খেয়াল করতে চায়, তাহলে তাকে এর জন্য ২ ফেব্রুয়ারি তারিখে করা টুইটের দিকে তাকালেই হবে।
13Maysatx Sonia Aguirre @soniaguir jiskt'iwa:অন্যদিকে সোনিয়া আগুয়ির (@সোনিয়াআগুইর) প্রশ্ন করেছে:
14Kunjamarak 12ni mara jan wali apnaqwipatst amtasispasti?কি ভাবে তারা তাদের দুর্বলতাকে উদযাপন করতে পারে?? ১২ বছর ধরে শাসন করাই যে অনেক বেশী, নয় কি???
15Domingo Sifontes (@dsifontes) siwa :ডোমিঙ্গো সিফোন্টেস (@ডেসিফোন্টেস) বলছে:
16Kunats Esteban jilax aski uñt'ayasispa? Payar jaljiri, warmiparus nuwiri ukjamanwa.এস্তেবান [সরকার বিরোধীরা রাষ্ট্রপতিকে এই উপাধিতে উল্লেখ করে] কি আরেকটি সুযোগ পাবার যোগ্য?
17Luis Manuel González (@Luismac) arst'iwa:তাকে তা দেওয়া হয়েছিল এবং সে দেশটিকে বিভক্ত করে দিয়ে তা নষ্ট করেছে।
1812ni marax jan ch'ujtawiniwa (paz).সে এমন এক পতির মত আচরণ করছ যে তার স্ত্রীকে প্রহার করে।
1912ni marax revolución phuqhäwiw amtasi.লুইস মানুয়েল গোনজালেজ (@লুইসম্যাক) মন্তব্য করেছে:
20FFM, Frente Francisco de Miranda (@fmm_oficial) uñt'ayiwa:১২ বছর… কোন শান্তি নাই। অন্য অংশ বিপ্লবের ১২ বছর পূর্তি উদযাপন করেছে।
2112ni maranx copiar satak ukax 500 yatiqañ utwa lurayawayi.এফএফএম, ফ্রেন্টে ফ্রান্সিসকো ডে মিরান্ডা [স্প্যানিশ ভাষায়], (@এফএমএম_অফিসিয়াল) সংবাদ:
22Oscar José Armas G. (@OJarmas) siwa:বলিভারিয়ান বিপ্লবের ১২ বছরে জাতীয় সরকার ৫০০ স্কুল স্থাপন করেছে। http://bit.ly/hXfHyD#12revolution
23#12REVOLUCION jan walit qhisphiyäwi….Oscar José Armas G. (@OJarmas) writes: #১২রেভুলিউশন স্বাধীনতা এবং শেকল ভাঙ্গার সময়….
24Constanza Harding V (@ConstanzaHV) ukanx amuyt'awinakapw uñt'ayi:কনস্তানজা হার্ডি ভি (@কনস্তানজাএইচভি) এই বার্ষিকী উদযাপনের ক্ষেত্রে এক আবেগের মাধ্যমে তার অনুভূতিকে ব্যক্ত করেছে: #১২রেভিলুউশন ♥
25এই সব বিষয় যে ভিন্নতা তৈরি করছে, তা এখন প্রতিদিন চোখে পড়ার মত বিষয় হয়ে দাঁড়িয়েছে; ১২ বছরে ভেনেজুয়েলা যে বাস্তবতায় পরিণত হয়েছে, তারা আসলে তাই:
26মারিও বেলেন ওটেরো (@মারিয়াবেলেনোওটেরো) দৈনিক সংবাদপত্র এল নাসিওনাল এর প্রদান করা তথ্যে গ্রহণ করেছে এবং সেগুলোকে # “সিফ্রাসডেলডিক্টাডোর” [#স্বৈরশাসকের তথ্য ] নামে একটি তালিকায় অর্ন্তভুক্ত করেছে [স্প্যানিশ]:
27Venezuelan12ni maranx aka mayjt'awinakax sapürunjamaw uñjasi.#স্বৈরশাসকের তথ্য: এই মুর্হূতে দেশটিতে ১৫ মিলিয়ন অবৈধ অস্ত্র রয়েছে#এলনাসিওনাল১৩/০৮/২০১০
28Maria Belén Otero (@mariabelenotero) ukax qilqatanak laphinx qilqatanakaw apthapi Nacional sutini, mä “#CifrasdelDictador” sat taypina”#স্বৈরশাসকের তথ্য: গত দশ বছরে ভেনেজুয়েলায় আত্মহত্যার হার ১৩৪ শতাংশ বেড়েছে#এলনাসিনাল ১৪/০৮/২০১০
29#CifrasdelDictador: Venezuelan 10 maranx 134% homicidios satanakaw utji.#স্বৈরশাসকের তথ্য:১৯৯৯ সালে দেশটিতে ৪৪ জন অপহৃত হয়েছিল , ২০০৯ সালে তা বেড়ে ৭৯৫ জনে এসে ঠেকেছে।
30#ElNacional 14/08/10অর্থাৎ ১০ বছরে অপহরণের হার বেড়েছে ১,৭০৭ শতাংশ।
31#CifrasdelDictador:1999 maranx 44ni secuestronakaw utjäna, 2009 uka maranx 795ni denuncianakaw utjarakina, taqpachax 1.707% ukjawa.#এলনাসিনাল ১৪/০৮/১০ #স্বৈরশাসকের তথ্য: গত দশ বছরে অপহরণের হার, যা ১৭০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তার মধ্যে অভিযোগ না করা অপহরণের ঘটনাগুলো এর মধ্য যুক্ত করা হয়নি।
32#ElNacional 14/08/10এলনাশিওনাল ১৪/৮/২০১০
33#CifrasdelDictador:1.707% secuestros ukjaw 10 maranx jiljatawi.#স্বৈরশাসকের তথ্য: প্রতি ২৭ মিনিটে ভেনেজুয়েলার একজন মানুষ দেশটির অব্যাহত হানাহানির শিকার হয়ে মৃত্যু বরণ করে।
34#ElNacional 14/08/10দিনে মারা যায় ৫২ জন। #এলনাসিওনাল ২০/৮/২০১০
35#CifrasdelDictador: Sapa 27ni k'atanw mä venezolanux yanqhachata: sapürux 52niwa.ঠিক এর বিপরীত দৃষ্টিভঙ্গী রয়েছে, ভেনেজুয়েলা এনালাইসিস-এ জর্জি উইলপের্টের লেখা একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
36#ElNacional 20/08/10সেখানে সে যুক্তি প্রদান করেছে।
37Desde la perspectiva contraria, Venezuelan Analysis, una página de noticias sobre Venezuela en inglés, publicó una columna de Gregory Wilpert en el que argumenta que,PPPPP
38Venezuelan Analysis ingles arun yatiyawxatwa, mä columna de Gregory Wilpert sutini uñt'ayasi.শ্যাভেজের রাষ্ট্রপতি পদ গ্রহণের মাধ্যম ভেনেজুয়েলা সুনির্দিষ্ট ভাবে বিগত ১২ বছরের গণতান্ত্রিক, পরিপূর্ণ এবং অংশগ্রহণকারী সমাজে পরিণত হয়েছে।
39Venezuela ha logrado avances significativos en los últimos 12 años de la presidencia de Chávez hacia la creación de una sociedad más igualitaria, inclusiva y participativa.উইলপের্ট সরকারের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে অগ্রগতি, একই সাথে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও তারা যে অগ্রগতি লাভ করেছে, সে বিষয়সমূহের নাম উল্লেখ করেছে। এছাড়াও তিনি এই সরকার অতীতের ১২ বছরে যে সব সমস্যা এবং বাঁধার সম্মুখীন হয়েছিল সেগুলোর পর্যালোচনা করেছেন।
40Venezuelax 12ni maranx askinakw jikjati Wilpert Chávez jilan aski apnaqäwipataw uñt'ayi.হুগো শ্যাভেজের ১২ বছরের শাসন উপলক্ষ্যে যে বার্ষিকী, সময়েও ভেনেজুয়েলার নাগরিকরা যে বিভক্ত তা আরো একবার উন্মোচিত হয়ে পড়েছে।
41Ukapachparakiw Chávez jilan 12ni mara irpxarutapatx (presidencia) uñakipi.কেউ কেউ আশা করছে যে ভেনেজুয়েলা ১২ বছর ধরে যে পথে এগিয়েছে, সেই পথে এগুলো, এদিকে.
42Hugo Chávez jilan 12ni mara phuqhawipax wasitampiw Venezuelan jaljtawinakapatx uñacht'ayi.অন্যরা যত দ্রুত সম্ভব দেশে এক পরিবর্তন ঘটে, সেই আশায় কাজ করে যাচ্ছে।
43Venezolanunakax 2012ni maran jallu qallta phaxsinw wasitamp jilïr irpiritak chhijllapxäni২০১২ সালে ডিসেম্বরে ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনের মাধ্যমে তারা ভেনেজুয়েলার সরকারে ভবিষ্যৎ নির্ধারণ করবে।