Sentence alignment for gv-aym-20131125-6219.xml (html) - gv-ben-20131120-40050.xml (html)

#aymben
1Rap tunecina jayllawix mä q’uchuw waynanakatakix tukuwayiতিউনিসিয়ার একটি র‌্যাপ গান তরুণদের মুখে মুখে ফিরছে
2Tunka pusin uru saraqatat sata phaxsinxapä jaqinakaw Hamzaoui Med Amine [ar] ukat Kafon uka artistanakaw [ar] apsuwayapxi mä jallawi ukasti Houmani ukham sata.গত ১৪ সেপ্টেম্বর ২০১৩-এ তিউনিসিয়ার দুই সংগীতশিল্পী হামাজাউই মেদ আমিন এবং কাফন তাদের নতুন একটি গান রিলিজ করেন। গানের শিরোনাম ‘হাউমানি'।
3Ñayaw 3.4 waraqhanakaw You Tube tuqin uñjawayapxrakitäna, aka jayllawix tunecinos waynanakatakix mä q'uchukaspas ukhamaw tukuwayaraki.গানটি রিলিজ হওয়ার পর ব্যাপক জনপ্রিয় হয়েছে। ইতোমধ্যে ইউটিউবে ৩.
4৪ মিলিয়ন বার দেখা হয়েছে।
5Video clip ukax 250 dinares ukha qullqimpikiw lurasitäna (saraksnaw 150 dolares) akanx uñist'ayiw mä barrion wali pisin jakasirinaka, sapurun jakasitaparxama.গানটি তিউনিসিয়ার তরুণদের মুখে মুখে ফিরছে। ভিডিও ক্লিপটি বানাতে খরচ হয়েছে ১৫০ ডলার মতো।
6Dialecto tunecinunx, adjetivox Houmani ukax sutit saraxtiritanawa Houma ukat ukham sutiniraki, [akax akham jaqukipasirakispa ´wali irnaqir marka´ (distrito de clase obrera).বাড়ির পাশের গরীব, খেঁটে খাওয়া মানুষদের প্রতিদিনের জীবন কেমন, এই গানের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। তিউনিসিয়ান ভাষায় হাইমানি একটি বিশেষণ পদ।
7Ahd Kadhem ukham sutin Irak markankir jaqix yaticht'iw [ar] kun sañs muni Houmani uka sutixa:যার বিশেষ্য হচ্ছে হাউমা। বাংলা করলে এর অর্থ দাঁড়ায় কাজের লোকদের এলাকা।
8Jupax siw Houmani sañ muniw mayni jakasiri clase obrera tuqina sasa.ইরাকের আহদ কাদেম হাউমানি শব্দের একটা ব্যাখ্যা দিয়েছেন:
9Clase obrera tuqin jakasirinakaruw Tunisia markan Houma sata.হাউমানি বলতে এমন কাউকে বোঝায় যিনি কাজের লোকদের এলাকায় বাস করেন।
10Ukatawa rap uka jayllawix aka markanakat wali pisin jakasir distritunakat parlaraki, ukhamarakiw irnaqirinakas, famosos ukanakas yaqhippachakiw parlapxaraki aka markatxa.তিউনিসিয়ায় কাজের লোকদের এলাকাকে হাউমা বলে… র‌্যাপ গানে এই দরিদ্র মানুষের কথাই বলা হয়েছে।
11Un Alien oyendo Houmani. Caricatura de ZOOartবড়ো কর্তা এবং জনপ্রিয় ব্যক্তিরা এদের কথা কালেভদ্রে বলেন।
12Nanakax q'añu t'unanakxamaw qhillapatana jakasipkta, janiw sumaki akan jakañaxa sasa.ভিনগ্রহের একজন হাউমানি গানটি শুনছেন। ক্যারিকেচার করেছেন জুআর্ট।
13Mayni bloguero Mehdi Lamloum ukham sutinixyatiyarakiw [fr] kunjams Houmani uka tamax nayraru sartawayi:হামজাউই এবং কাফন তাদের গানে তিউনিসিয়ার কাজের এলাকার তরুণদের জীবন কেমন সেটাই তুলে ধরেছেন। গানের কথায় আছে:
14Houmani, ukax jasa jayllawikiw ukhamarak mayj sutincht'ata ukampirus juk'a qullqimpiki video clip ukax lurt'atasa wal jaqinakar aruskipayawayapxi aka qhipa simananakanxa.আমরা ডাস্টবিনের আবর্জনার মতো জীবনযাপন করি… এখানে আমাদের নিশ্বাস বন্ধ হয়ে আসে। ব্লগার মেহদী লামলুয়াম ব্যাখ্যা করেছেন হাউমানি কীভাবে এতো জনপ্রিয় হয়ে উঠলো:
15Ukaw wali wakiskawix akanxa.খুব সাধারণ একটা গান হাউমানি।
16Ukatawa jank'aki markanakaru ch'iqitatawayi wal jaqinakar parlayasa taqi kasta parlawinakata.কিন্তু এর শিরোনামটাই অবাক করার মতো। ভিডিও ক্লিপ বানাতেও খুব একটা খরচ হয়নি।
17Wali kusan jakasirinak ukhamarak wali pisin jakasirinak sasaw, qhananchi jayllawinakapanxaতবে এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে।
18গানটি খুব তাড়াতাড়ি জনপ্রিয় সংস্কৃতিতে মিশে গিয়ে বিতর্ক ও আলোচনার দ্বার খুলে দিয়েছে… বিতর্কের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে ধনী আর গরীব প্রতিবেশী, যেটার কথা গানে কোথাও সরাসরি বলা হয়নি।
19Ukat mä jiskt'awiw aka tuqiru utjawayi, akham sasa: khitis derechoni aka jayllawi ist'añatakixa.একটি প্রশ্ন উঠে এসেছে সেখানে: হাউমানি গান কাদের জন্য?
20Wali kusan jakasirinaka (barrios ricos) jupanakaw derechonipxi akamp identificasipxañapataki kunjamtix Houmani ukax sapurunxa arski ukhamarxama. Sarakiwa:ধনী এলাকার বাসিন্দারা কী হাউমানি গানের মাধ্যমে প্রতিদিনের জীবনযাপনে নিজেদের খুঁজে পাবেন?
21Kawkirinakatix jayllaw tuqit uñch'ukipki ukanakax chiqpach amuyunipxiwa.তিনি আরো লিখেছেন:
22Ukampirus jupanakax juk'amp jayaruw aka jayllaw uñtapxañapa: kawkhats jutappan kunjams jakappan sapurut sapururxama sasa.যারা সংগীতের দিক থেকে গানটির সমালোচনা করছেন, তারা সম্পূর্ণ ঠিক বলছেন।
23তবে তাদের গানের পিছনের প্রেক্ষাপটের দিকেও তাকাতে হবে: তিউনিসিয়ার জনগণ, তারা দরিদ্র কিংবা অন্য যে এলাকা থেকেই আসুন না কেন, গানে গানে তাদের প্রতিদিনের যাপিত জীবনের অনুভব তুলে আনতে পারার কারণেই গানটি সফল হয়েছে….