# | aym | ben |
---|
1 | FOTOS: Tifón filipino ukan yañqhachat jakaskirinakax manq’at, umampit yanapaw suyasipki | আলোকচিত্রঃ ফিলিপিনে টাইফুনে বেঁচে থাকা লোকজন খাবার, পানি ও সাহায্যের জন্য মরিয়া |
2 | Mä kalli Balangigana, Samar, uka suyuw jilpach yanqhachata. | অন্যতম ক্ষতিগ্রস্ত প্রদেশ সামার-এর বালাংগিগার একটি রাস্তার চিত্র। |
3 | Jamuqa Autonomo Sr Abellar Amanona, Facebook ukana. | ছবি- ওটোনোমো এসআর আবেলার এমোনোর ফেসবুক থেকে। |
4 | Felipinan ayllunakarux yanapawix janiw askinjam khitinakatix súpertifón Haiyan (Yolanda) ukan yanqhachat jikxatasipx ukar churaskiti. Ukan jakaskirinakax yanapawitx kijasipxiwa, janiw gobiernotx kunas jichhakam purinkiti sasa. | ফিলিপিন্সের সুপার টাইফুন হাইয়ান (ইওলান্ডা) কবলিত হয়ে বেঁচে থাকা জনগোষ্ঠীর মাঝে দ্রুততার সাথে এবং সঠিকভাবে সাহায্য পৌছাচ্ছে না। |
5 | Haiyan ukax Visayas islaruw jan walt'ayi 8 uru qhipa sata phaxsina, ukat lamar qutat wali jach'a uxiw sartanisin niya 1.500 ukha jaqinak jiwayi. | বেচে যাওয়া অনেকেই অভিযোগ করছেন যে সরকার কর্তৃক প্রতিশ্রুত ত্রাণসামগ্রী তারা এখনো পান নি। গত শুক্রবার ভিসায়াত দ্বীপে হাইয়ানের আঘাতে সৃষ্ট ঝড়ে ১,৫০০ জনেরও বেশি লোক নিহত হয়। |
6 | Ukats jan walt'awinakax uka jacha quta thiya markanakanx jan yatipxch ukhax juk'ampiw utjaspa. | দুর্গম এ তীরবর্তী শহরের প্রকৃত চিত্র এখন পর্যন্ত উন্মোচিত না হওয়ায় ধারনা করা হচ্ছে যে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। |
7 | Kunjamatix thakinakax yanqhachat jikxatask ukatjam riskatistas jupanakax jan ayllunakar puriñ atipkiti. | সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার কারনে উদ্ধারকারী দল ও ত্রাণ বিতরণকারী দল ঐ জনগোষ্ঠীর কাছে এখনো পৌছাতে পারে নি। |
8 | Maq'at llakisipxi, yaqhipanakax alxañ utanakata, ukat arus imañanakat apsxapxi. Ukjam Tacloban markanx apsxapxi, ukat Leyte suyunx walja markanakaw ukjam kikip lunthatsuta, sasaw yatiyi. | লেটি প্রদেশের কয়েকটি শহর এবং টাকলোবান শহরে খাদ্যের জন্য মরিয়া জনগণ কর্তৃক সুপার মার্কেটে হামলা এবং চালের গুদাম লুঠ করার রিপোর্ট প্রকাশিত হয়। |
9 | Ukjamatxa, gobiernox sarakiwa, mäkiw kuna yanapawinakas lakiratäni, pallapallanakan yanapt'apampi sasa, jallukhamat jan walt'awinakax tifón ukan yanqhachawitx ayllunakan ma sunak utjañapataki. | এর প্রতিক্রিয়ায় টাইফুন আক্রান্ত জনগোষ্ঠীতে সরকার আইন শৃংখলা বহাল এবং ত্রাণ সামগ্রী বিতরণ গতিশীল করার জন্য আরো বেশি পরিমান পুলিশ বাহিনী পাঠানোর প্রতিশ্রুতি প্রদান করে। |
10 | Ukch'añkamaxa, Samaranx alasiñanakat llakt'asiñax utjaskakiwa: | ইতোমধ্যেই সামারে আতঙ্ক ছড়িয়ে পড়েছেঃ |
11 | La ansiedad se cierne sobre ciudad Calbayog de Samar, pues las provisiones están escaseando; se ve pánico al comprar en la mayoría de las tiendas de comestibles. | সরবরাহ সংকটের কারণে সামারের কালবায়োগ শহরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে; মুদি দোকানগুলোতে আতংকিত হয়ে কেনাকাটা পরিলক্ষিত হচ্ছে @সোলারটিভিনিউজ #ইয়োলান্ডাপিএইচ প্যাট্রিক জেমস সোরনে (@ক্রিকটাপসেমাই) বলছেন: |
12 | Llakisiñax Calbayog de Samar uka markxankiwa, yanapawix pist'atawa; manq'añanak alasiñax jilpachax alxañ utanakanx llakin uñjatawa. | :-- টিভি আর ওয়াশিং মেশিন যখন চুরি করা হল তখন সেটা লুটে পরিণত হল। #ইয়োলান্ডাপিএইচ #ফিলিপিন্স এর জন্যে দোয়া কর |
13 | - Patrick James Sorne (@kcirtapsemaj) 12 uru qhipa sata phaxsina, 2013 marana. | ইসাবেলা দাজা (@ইসাবেলাদাজা) টুইট করেছেন: শুনে কষ্ট পেলাম যে দুর্গতরা দোকান এবং এ টি এম মেশিন লুঠ করছে। |
14 | Kunawsatix televisoranak lavadoranak lunthatasipk ukax yanqhachawiwa. | এ সপ্তাহে ত্রাণ বিতরণের পরিকল্পনা করছি। |
15 | - isabelle daza (@isabelledaza) 10 uru qhipa sata phaxsina, 2013 marana | দি ফিলিপিন স্টার (@ফিলিপিনস্টার) জানিয়েছেন: |
16 | Guiuananx lunthatasirinakax yanak mä imañ utat apsusax liwt'anipxi, Este de Samar tuqina, ukjarux yanapt'irinakax mayipxiw jakaskirinakar yanapa puriyañataki. | বেঁচে থাকাদের কাছে ত্রাণ পৌছানোর সংগ্রামে ত্রাণ কর্মীদের লিপ্ত হওয়ার পর পুর্ব সামার ও গুজুয়ানে লুণ্ঠনকারীরা গুদাম থেকে মালামাল নিক্ষেপ করেছে |
17 | Facebook de Randy Félix Malayao uka tuqiw mä jakaskirix taqinir mayi, jan qhurupxamti, khitinakatix apsupxi ukanakataki sasa: | রেন্ডি ফেলিক্স মালায়ায়ো তার ফেসবুক পেজের মাধ্যমে টাইফুনে বেচে যাওয়া লুণ্ঠনকারীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ না করার অনুরোধ জানিয়েছেনঃ |
18 | Jan apsurinakar mäki yanqha amuyump uñchukipxamti, nayax apsuraktwa. | লুণ্ঠনকারীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন না, আমি একজন লুণ্ঠনকারী ছিলাম। |
19 | Qullanak Cruz Roja, leche, manq'añanak wawanakatak apsta. | আমি রেড ক্রসের জন্য ওষুধ লুঠ করেছি, শিশুদের জন্য দুধ ও খাবার লুঠ করেছি। |
20 | Pusi pachanakaw sarta, ukat pa qhip (suxta chillqa) ch'usa botellanak allsta, ukjamat ma juk's jixatañataki, ukat utar apañataki. | ৪ ঘন্টা ধরে আমি হেটেছি, একটা খালি প্লাস্টিক বোতল দিয়ে সামান্য কিছু পানির জন্য ২ ফুট গর্ত করেছি। |
21 | Televisranak apir jaqinak pachpaw ma juk'a umañ churapxitu, ukat ma lugaw arus (gahas de arruz) ukjama. | যারা ফ্ল্যাট স্ক্রিনের টিভি নিয়েছেন তারাও আমাকে পানীয় ও লুগাও (চালের পরিজ) সরবরাহ করেছে। |
22 | Yaqhipa exconvictos jupanakas ma juk'a manq'añ churapxitu. | যাদের দেখে সাবেক সাজাপ্রাপ্ত বলে মনে হয়েছে তারাও আমাকে কিছু খাবার গ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। |
23 | Ukanx taqiniw ma juk's muntax ukx yanapt'asipxixa. | যখন আপনার সত্যিই কিছু প্রয়োজন বলে লোকজনকে বোঝানো যায় তখন তারা সবসময়ই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। |
24 | Yatiyawinakanx janiw kunjams jaqinak pura yanapt'asipx ukx uñacht'ayapkiti. | এই দুর্যোগের মধ্যেও কিভাবে একজন আরেকজনকে সাহায্য করে সে বিষয়গুলো সংবাদে আসে না। |
25 | Jan lunthatanaka ukjam sapxamti, Martha Villarosaw qilltti: | মার্থা ভিলারোসা তাদেরকে লুণ্ঠনকারী না বলার জন্য আহবান জানানঃ |
26 | ¡Lunthatanaka! | লুণ্ঠণকারী? |
27 | Janiw khitis ukjam sutimp jiskaspati. | তাদেরকে এ শিরোনামে ডাকার অধিকার কারো নেই। |
28 | Amuyapxam kunja llakipachasa, jupanakatx waljaniw jan utanixapxi, munat wilamasinakapax jiwatajapxiwa, janiw kuna manq'añas umañas utjkiti. | ঘর-বাড়ী হারানো, প্রিয়জন হারানো খাবার ও পানিবিহীন মানুষগুলোর জীবন কত কষ্টের তা একবার অনুভব করুন। |
29 | Yuspajarataw kunatix jakasipkta ukata, ukjamat qhispisax jakawisat jakaskattanwa. | আমরা বেঁচে আছি, নিরাপদে আছি এবং এখনও জীবনকে উপভোগ করছি সে কারনে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। |
30 | Taqinis akatx nayrankañasawa. | আসুন আমরা সবাই ইতিবাচক হই। |
31 | Taqpachaniw jiwasan markachirinakasax jiwasan yanapt' munapxi, ukjamat jupanakax nayrar sartapxañapataki. | এ অবস্থা থেক উত্তরণের জন্য আমাদের প্রয়োজন দেশের জনগনের সমর্থন ও দোয়া। |
32 | walja thakhinakaw jan walt'ayat jikxatasxi. | টাইফুন হাইয়ানের কারনে অনেক সড়ক বিধ্বস্ত। |
33 | Jamuqa Autónomo Sr Abellar Amano jupana, Facebook tuqina. | ছবি- অটোনোমো এসআর আবেলার আমনোর ফেসবুক থেকে |
34 | Markan yatichäwita nayrïr irnaqir Jilata Armin Luistro, jupax aka qilqat yatichirinakar apayi: | দেশের মুখ্য শিক্ষা কর্মকর্তা ব্রাদার আরমিন লুইস্ট্রো প্রশিক্ষকদের প্রতি নিচের এ বার্তা প্রেরণ করেছেনঃ |
35 | Nayraqatax jaqir ixwapxañani. | জনগণের দিকে আমাদের প্রথমে তাকানো উচিত। |
36 | Jan yanakar yanqhachawit llakisipxamti, ukx qhiparuw uñjañani. | সম্পত্তির ক্ষয়- ক্ষতি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই- এটা নিয়ে আমরা পরে ভাববো। |
37 | Juk'ampix jach'a utanakamp quqanakamp jaqnutatakiw utjaski, janiw jaqinakax utjkiti. | খারাপ দিকটি হল আমরা জনগনের দিকে না তাকিয়ে কতগুলো ভবন আর গাছ ক্ষতিগ্রস্ত হল তা নিয়ে ভাবতে শুরু করেছি। |
38 | Payïrinxa, wawanakasa yatiqañ utar kutt'ayapxañani. | দ্বীতিয়তঃ আমাদের শিশুদের আবারো বিদ্যালয়ে পাঠানো উচিত। |
39 | Wawanakax llakinakat yatiqañ utar kutt'asakiw sumarstapxani, kunjamas jakasipxan ukjamar purxañataki, ukax wakisiw yatiqañ utat wasitat irpxañasa. | শিশুদের ক্ষতি কাটানোর সবচেয়ে ভাল উপায় হল যত দ্রুত সম্ভব তাদেরকে তাদের রুটিনের মধ্যে ফিরিয়ে আনা- তাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে আনতে হবে। |
40 | Janiw maki yatichawinakamp sarañax wakiskiti. | এখনই তাদের ক্লাশ শুরু করার প্রয়োজন নেই। |
41 | Anatappan. | তাদেরকে খেলতে দিন। |
42 | Kuna lurawinakas utjpana. | তারা কাজকর্ম করুক। |
43 | Atom Araullo jupax yatiyiwa, Taclobananx señales de comunicación ukax qhanstanxiwa sasa: 12 uru qhipa sata phaxsina, 2013 marana. | এটম আরাউল্লো (@এটমআরাউল্লো) উল্লেখ করেন যে টাকলোবানে যোগাযোগ সিগন্যাল আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছেঃ |
44 | ¡A salvo en Tacloban! servicios de telecomunicaciones ukax k'achhat sumarstanxiwa. | টাকলোবানে নিরাপদে আছি! টেলিযোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। |
45 | Yanqhachawitx llakkañawa. | ধ্বংসযজ্ঞ ব্যাপক। |
46 | Akanx jaqix taqi kast yanap muni. | সব ধরণের সাহায্যই মানুষের প্রয়োজন। |
47 | Juk'amp juk'amp filipinonakaw riskatista ukjamamp yanapt'asipxi: | ত্রাণ কার্যক্রমে আরো বেশি সংখ্যক ফিলিপিনো যুক্ত হয়েছেঃ |
48 | Juk'amp juk'amp filipinonakaw riskatista ukjamamp yanapt'asipxi:Akjam uñjasax walja jaqinakaw jan walt'awitx yanapt'asipxi. | ডেল এনজি (@ডেলএনজিলেং) বলেছেন: এটা খুবই হৃদয়গ্রাহী যে অধিক সংখ্যক জনগণ ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছে। |
49 | Ukat akjamanx medios sociales ukanakaruw yuspajar churata. | এ সময়ে আমি সামাজিক মিডিয়াকে ধন্যবাদ জানাই |
50 | Akjam uñjasax walja jaqinakaw jan walt'awitx yanapt'asipxi. | পালোতে অবস্থিত ইউনিভার্সিটি অব দি ফিলিপিন্সের লেটি ক্যাম্পাস ঝড়ে বিধ্বস্ত। |
51 | Ukat akjamanx medios sociales ukanakaruw yuspajar churata. | ছবি- ক্লিভ কেভিন রবার্ট আরকুএলেস এর ফেসবুক থেকে প্রাপ্ত |
52 | Guiuan, Este de Samar ukana. | ডেভিড ওয়াই সান্টোজ (@ডেভিডোয়াইসান্টোজ) জানান: |
53 | Este ukax taqinitak mä yatiqañ utawa, ukat centro de evaluación ukjam uñt'atawa. | পুর্ব সামারের গুজুয়ানের সরকারি বিদ্যালয় এবং উদ্ধার কেন্দ্র। ঝড়ের পরে বর্তমান অবস্থা। |
54 | Ukakiw jichhax utjxi. | @সোলারটিভিনিউজ pic.twitter.com/2YXI6hxbmF |
55 | Guiuan, Este de Samar ukana. | রেক্স রেমিটিও (@রেক্সরেমিটিও) টুইট করেন: |
56 | Este ukax taqinitak mä yatiqañ utawa, ukat centro de evaluación ukjam uñt'atawa. | #ইয়োলান্ডাপিএইচ সামারের ধংসপ্রাপ্ত বেসি শহরের দৃশ্য @সোলারটিভিনিউজ pic.twitter.com/4lRg8j60Jp |
57 | Ukakiw jichhax utjxi. Frank Cimatu jupax amtayistuwa, ukat resiliencia uka amuyut yatiyi: | স্থিতিস্থাপকতার অর্থ বিষয়ে ফ্র্যাঙ্ক সিমাটু আমাদের সতর্ক করেন ও স্মরণ করিয়ে দেনঃ |
58 | ¿Yattanw kunas resiliencia uka amuyuxa? | স্থিতিস্থাপকতার অর্থ কি আপনারা জানেন? |
59 | Akat mä ukay pä phaxsit jichhat jichhax taqinirux sarxatapat uñjatani, taqi manq'añas inak jan purinxaniti, jaqix jupanak pachp askichasxapxañapa, ukat kunas utjan ukats amuyasxapxañapa, ukjamat kunanakax jilt'anakax utjask ukanakata. | এখন থেকে দুই এক মাসের মধ্যে সম্ভবতঃ সবাই চলে যাবেন, বিনামুল্যে আসা খাদ্য বন্ধ হয়ে যাবে, জনগণকে নিজেদেরই খাবার জোগার করতে হবে, যখন তারা অনুভব করতে পারবে যে কি ঘটেছে এবং কি সঞ্চিত আছে তখন ঘুর্নিঝড় এর পূর্ণ মাত্রার আক্রমন করবে। |
60 | Ukjamat jaqix kunas resiliencian amuyupax uk yatipxani | স্থিতিস্থাপকতার প্রকৃত অর্থ তখন তারা উপলব্ধি করতে পারবে। |