Sentence alignment for gv-aym-20150519-7192.xml (html) - gv-ben-20150520-48631.xml (html)

#aymben
1GV Radio uraqpachat ist'apxamaজিভি বেতারে চলা বিশ্বব্যাপী কণ্ঠ শোনার জন্যে আপনার কান পেতে দিন
2Imagen de Global Voices Radio por Kevin Rothrockগ্লোবাল ভয়েসেস বেতারের ছবি, কেভিন রথরক-এর সৌজন্যে গ্লোবাল ভয়েসেস অবশেষে বায়ুতরঙ্গে যুক্ত হয়েছে!
3¡Global Voices ukax ondas virtuales ukaruw puriski!আমরা গ্লোবাল ভয়েসেস ইন্টারনেট রেডিও চালু করা নিয়ে উদ্দীপিত।
4Radio Internet de Global Voices ukamp qalltkasax wali kusisitatpxtanwa.
5Aka tamax uraqpachatw waruqäwinak uñt'ayaski, jumax atamiriman silularamn ist'asma.আমাদের জনগোষ্ঠী পৃথিবীব্যাপী প্রোগ্রাম তৈরি ও এর ব্যবস্থাপনা করছে, যা আপনি আপনার কম্পিউটার বা ভ্রাম্যমান যন্ত্র থেকে শুনতে পারবেন।
6GV Radio ukax arunak jaylliwinak uru jurnalpachaw ist'ayaskäni. Aka proyecto ukax Sourcefabric ukan ch'amancht'ataw plataforma Airtime Pro.আমাদের উদ্দেশ্যের সাথে তাল মিলিয়ে জিভি বেতার সারা পৃথিবী থেকে ধ্বনি এবং সঙ্গিতের উপর আলোকপাত এবং বর্ধিত করে দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন ধরে একটি সরাসরি সম্প্রচারযোগ্য প্ল্যাটফর্মে সহজলভ্য করে রাখবে।
7ukan lurasini. GV Radio ukax uraqpacharuw ist'ayani.এই নতুন প্রকল্পটি সোর্সফ্যাব্রিকের সহায়তায় তাদের এয়ারটাইম প্রো প্ল্যাটফর্ম-এর মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
8Nayraqat qalltañatakix qillqatanak uñt'ayañäni, jupanakax atipjirinakawa, podcasts de Global Voices ukanx may may aruskipäwinakxatawa.জিভি বেতার সারা পৃথিবী থেকে আমাদের বৈশ্বিক জনগোষ্ঠীর বিভিন্নতার প্রতিফলন ঘটানো বিভিন্ন ভাষার অনুষ্ঠান আমাদের শ্রোতাদের জন্য নিয়ে আসবে।
9GV Face ukanx ukakipkarakiw Conferencia de Global Voices, Cebú, Filipinas markat utjaraki.আমাদের সম্প্রচার শুরু করতে বিভিন্ন বিষয়ের উপর আমাদের পুরস্কারপ্রাপ্ত গ্লোবাল ভয়েসেস পডকাস্ট-কে উপস্থাপন করার জন্য আমরা আমাদের আর্কাইভের মধ্যে প্রবেশ করবো।
10Aka taman chikanchasirinakax mä podcast ukat iraní markat jaylliwimp kunaw yanapt'apxi, farsi jupan Mazyar Mahdavifar ukaw Africa Cheza James Propa jupat uñt'ayi.আমরা আপনাদের কাছে আমাদের জিভি মুখ আড্ডার ধারাবাহিকের কয়েকটি থেকে অডিও শোনাবো, সেই সাথে সাথে ফিলিপাইন্স-এর সেবু থেকে সাম্প্রতিক গ্লোবাল ভয়েসেস শীর্ষ সম্মেলন থেকে উপস্থাপনাসমূহও উপস্থাপন করবো।
11Ukampirus jaylliwinakax proyecto de Rising Voices ukamp uñt'ayatawa The South of South ukham satarakiwa, Mérida, México markatawa. Uraqpachanx yaqha proyectos ukanakax thakhinkaskiwa.আমাদের জনগোষ্ঠীর সদস্যরা তাদের নিজেদের মৌলিক অনুষ্ঠান পাঠিয়েও অংশ গ্রহণ করেছে, যেমন আমাদের লিঙ্গুয়া ফার্সী সম্পাদক মাজিয়ার মাহদাভিফারে'র তৈরী করা একটি পারস্য সঙ্গীত পডকাস্ট ও জেমস প্রপা'র তৈরী আফ্রিকা সেত্‌জা নামের একটি আফ্রিকীয় সঙ্গীত অনুষ্ঠান।
12Hemos establecido varias alianzas atractivas incluyendo el programa digital latinoamericano de narrativa digital Radio Ambulante, cuyos episodios se transmitirán por Radio GV.এছাড়াও, মেক্সিকোর মেরিদা থেকে দক্ষিণের দক্ষিণ নামে আমাদের রাইজিং ভয়সেস প্রকল্প থেকে আরও সঙ্গীত সংযোজন করা হয়েছে। সারা পৃথিবী থেকে আরও প্রকল্প গ্রহণ করা হয়েছে যেগুলো এখনও বিকাশমান পর্যায়ে আছে।
13Music Alliance Pact (MAP) ukan ch'amancht'äwipampiw 30 markanakat chikancht'asinipxäni, ukax MAP Whothehell.net ukham satawa, Australia markat Mapcasts ukanakat uñt'ayapxi.আমরা বেশ কয়েকটি রোমাঞ্চকর পডকাস্ট অংশীদারিত্ব স্থাপন করতে পেরেছি, যার মধ্যে আছে ল্যাটিন আমেরিকীয় ডিজিটাল গল্পবলার অনুষ্ঠান রেডিও আম্বুলান্তে, যার পর্বগুলো জিভি বেতারে সম্প্রচার করা হবে। সঙ্গীত মৈত্রী চুক্তি (এমএপি) নামের সঙ্গীত ব্লগার জনগোষ্ঠীর সাথে অংশীদারীত্বের সুবাদে আমরা ৩০টিরও বেশী দেশ থেকে এমএপি সদস্য অষ্ট্রেলিয়ার হুদ্যাহেল.
14Sapa pä simanaw podcast ukan machaq chikanchasirir uñt'ayapxa.নেট দ্বারা সংগ্রহ করা নির্বাচিত কিছু মজার ও নানাবিধ সঙ্গীত তাদের মাসিক ম্যাপকাস্ট-এর মধ্যে দিয়ে সম্প্রচার করবো।
15Aka chikancht'awinak tuqix podcasts ukanak apañ munapxta, uraqpachar uñt'ayañataki. GV Radio ukan yaqha chikanchasirinakax aknirinakawa:আমরা প্রতি দুই সপ্তাহ পর পর, আমাদের জনগোষ্ঠী দ্বারা চিহ্নিত করা বা আমাদের শ্রোতা দ্বারা প্রস্তাবিত আমাদের নতুন পডকাস্ট অংশীদারদের কাছ থেকে অডিও অনুষ্ঠান উপস্থাপন করবো।
16এই অংশীদারীত্বের মাধ্যমে আমরা তাদের তৈরী করা পডকাস্ট কাজকে আরও ব্যাপক বৈশ্বিক জনগোষ্ঠীর কাছে তুলে ধরতে চাই যাতে তারা তাদের প্রাপ্য স্বীকৃতি লাভ করতে পারে।
17Voces de Papúa ukax mä qalltäwiwa ukanx activistas jupanakaw irnaqi, uraqpachat uñt'ayasa.আপনার যদি ভবিষ্যত অনুষ্ঠানগুলোতে উপস্থাপনের জন্য কোন অলাভজনক মাঠপর্যায়ের পডকাস্টের প্রস্তাবনা থাকে তবে আমাদের সাথে যোগাযোগ করুন।
182011-2012 maranx EngageMedia and Justice, Peace and Integrity of Creation ukax Jayapura ukat Merauke yanapt'apampiw ch'amancht'i.অন্যান্য জিভি বেতার অংশীদারগণ হলো: পাপুয়া ধ্বনি হলো তাদের কাহিনীগুলো আরও কার্যকরভাবে বিশ্বকে বলার জন্য পাপুয়ার সক্রিয়-কর্মীদের সাথে কাজ করা একটি ভিডিও এ্যাডভোকেসী উদ্যোগ।
192013 ukat 2014 maranx Belantara Papua ukat Yayasan Hati Papua ukanak lurapxi. Video waruqapxi Wamena ukat Sorong ukanaka.২০১১-১২ সালে এনগেজমিডিয়া এ্যান্ড জাস্টিস, পীস এ্যান্ড ইন্টেগ্রিটি অব ক্রিয়েশন জয়াপুরা এবং মেরাউকেতে পাপুয়ার সক্রিয়-কর্মীদেরকে ভিডিও তৈরী করা এবং বিতরণ দক্ষতা শিখানোর জন্য স্থানীয় সংগঠনগুলোর সাথে সহযোগিতা করেছে।
20Jamaat-ul-Mausiqi ukax podcast paquistaní jaylliwiwa,jumax ukanakw aka qhipa maranakan suyt'askayatataxa.২০১৩ ও ২০১৪ সালে আমরা ওয়ামেনা ও সোরোং-এ ধারাবাহিক ভিডিও কর্মশালার আয়োজন করার জন্য বেলানতারা পাপুয়া এবং ইয়াইয়াসান তেরাতাই হাতি পাপুয়ার সাথে অংশীদারীত্ব করি।
21Ahmer Naqvi (@karachikhatmal) ukat Shaheryar Popalzai (@spopalzai) jupanakan luratwa.জামাত উল মসিকি হলো পাকিস্তানের সঙ্গীত পডকাস্ট যার জন্য আপনার বিগত দশ বছর ধরে অপেক্ষা করেছেন।
22Pinarra Aku ukax mä wakichäwiwa, ukax wawanakatakiwa, Warumungu arunkamakiwa.আমরা সুপ্তকে বের করে আনি, আমরা গৌরবময় অতীতের মধ্যে স্ফূর্তি করি, এবং আগত বিপ্লবের বিষয়ে আনন্দ করি। আহমার নকভি এবং শাহারিয়ার পোপালজাই দ্বারা পরিচালিত।
23পিনারা আকু একটি শিশুদের ভাষা বেতার অনুষ্ঠান, যার মাধ্যমে ওয়ারুমুঙ্গু ভাষা শেখানো হয়।
24Kathy Burns jupan uñstayatawa, Directora artística de BRA, Rosemary Plummer jupax (Propietaria tradicional).বিআরএ শৈল্পীক নির্দেশক, ক্যাথী বার্ণস-এর সৃষ্টি যিনি রোজমেরী প্লামার (ঐতিহ্যবাহী স্বত্বাধিকারী) এর সাথে অনুষ্ঠানটির সহ-উপস্থাপনা করেন। ভাষা শিখানো ও টিকিয়ে রাখার জন্য এই অনুষ্ঠানটি।
25Wakichäwix wawanakar yatichañataki ukhamarak arurus jach'anchañatakiwa.রোজমেরী এবং ক্যাথী ২০১১ সাল থেকেই একত্রে গান রচনা করছেন এবং ভাষা শিক্ষা দিচ্ছেন।
26Rosemary ukat Kathy jupanakax jaylliwinak uñstayapxi, ukakipakarakiw 2011 maratpach yatichasipkaraki.তারা ভাষা ও শিক্ষার প্রতি তাদের ভালবাসাকে সমন্বিত করে ‘পিনারা আকু' নির্মাণ করেছেন।
27Radio GV ukawa lurasipkta, jumanakax ukanw kuna aski yatiyäwinaks jikxatapxata.আমরা জিভি বেতরের পাতা তৈরীর জন্য কাজ করছি যেখানে আমাদের উপস্থাপন করা ধ্বনিগুলোর ব্যাপারে আরও জানতে আপনার প্রয়োজনীয় সকল লিঙ্কগুলো পাবেন।
28Aka proyectox sarantayatawa, nänakax yatiñ munapxta, jumakatakix kunanakas aski jan askiki taqi ukanaka jutir urunakan juk'amp ch'amancht'añataki.এখানে একটি উইজিটও থাকবে যেখানে কী বাজানো হচ্ছে, এরপর কী আসবে, এবং কোন ভাষায় সেটি হচ্ছে তা দেখা যাবে। এই প্রকল্পটি একটি বিকাশমান কাজ, আমরা আপনাদের কাছ থেকে আপনাদের পছন্দ আর আপনাদের অপছন্দ শুনতে চাই, সেই সাথে সাথে চাই ভবিষ্যত অনুষ্ঠানের জন্য পরামর্শ।
29Yatiyäwinak ist'apunima!আমাদের সাথেই থাকুন!