# | aym | ben |
---|
1 | Kirguistán markanx activistas tawaqunakax isturyanakap formato digital uksan qillt'as uñt'ayapxi | নারী অধিকারকর্মী: কিরঘিজস্তানে আমাদের নিজস্ব গল্পগুলো |
2 | Rising Voices amt jichhakipstäwi Primer taller. | রাইজিং ভয়সেস ক্ষুদ্রঋণপ্রাপ্ত প্রকল্পের সংবাদ |
3 | La foto es cortesía de las Chicas Activistas de Kirguistán y está usada bajo permiso. | প্রথমবারের মতো কর্মশালা অনুষ্ঠিত হলো। গার্লস অ্যাক্টিভিটিজ অব কিরঘিজস্তানের সৌজন্যে ছবিটি প্রকাশিত। |
4 | Kirguistán markankir activistas tawaqunakapxtwa, nanakax wayn tawaqus khuskhatasp uk munapxta. | অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে। আমরা কিরঘিজস্তানের নারী অধিকারকর্মী। |
5 | Aka uraqinx janiw uñisisiñas jisk'achasiñas utjañapakiti. | আমরা ছেলেমেয়েদের মধ্যে সমানাধিকার দাবিতে আন্দোলন করছি। |
6 | Kirguistán ukax mä jisk'a markawa, Asia Central uksan jikxatasi, uksanx walja jan walt'äwinakaw utji. | সারা পৃথিবী থেকে সহিংসতা, ঘৃণা, বৈষম্য, অবিচার দূর করতে লড়াই করছি। মধ্য এশিয়ার পাহাড়ঘেরা দেশ কিরঘিজস্তানের রয়েছে হাজার সমস্যা। |
7 | | দেশের অনেক মানুষই মনে করেন, সরকার তরুণদের দাবি-দাওয়ার প্রতি উদাসিন। |
8 | Walja jaqiw jilïr iripirinakax janis wayn tawaqunakar ist'atakasp ukham amuyapxi. | তবে তাদের নেয়া সিদ্ধান্ত তরুণদের ওপর ভালোই প্রভাব ফেলে। |
9 | Juk'a jaqikiw tawaqunakan jakäwipax ch'amakiw ukxat yatipxi, Ukatwa “jiwasanakan saranaqäwisa” ukax Kirguistán markankir tawaqunakamp irnaqi, ukhamat jupanakax jakäwinakapax kunjams ukanakxat video waruqatana, blogs uksan qillqt'asa, jamuqanak apst'as uñt'ayapxañapataki | তাছাড়া দেশের খুব কম লোকই জানেন গ্রামের নারীরা কী ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনধারণ করেন। আর এই কারণেই আমাদের এই প্রজেক্ট- আমাদের একান্ত গল্পগুলো। |
10 | Willka kuti phaxsinw aka proyecto ukan tawaqunakn chikancht'asipxañapatk jawillt'apxta, kirguisos uksa markat kimsa markanakaruw jawilt'apxta: Ber-Bulak, Kyzyl-Tuu ukat Vorontsovka uka markanakaru. | কিরঘিজস্তানের বিভিন্ন প্রান্তের গ্রামের মেয়েরা এই প্রজেক্টে কাজ করছেন। তারা ব্লগ পোস্ট, ছবি এবং ভিডিও'র মাধ্যমে তাদের জীবনের গল্পগুলো বলবেন। |
11 | | গত জুলাই মাসে আমরা আমাদের প্রজেক্টে কিরঘিজস্তানের তিনটি গ্রামের নারীদের অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। |
12 | Ukjatpachaw kunjams kunawsas Bishkek-kir tawaqunakar yaticht'atän ukx wakichapxta. | এরপরেই আমরা আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডের পরিকল্পনা করি। |
13 | Uka yatichäwinx WordPress uka apnaqañ yatichapxta, jupanakan histuriayanakap qillqt'as uñt'ayapxañapataki, uka kipkarakiw jamuqa, video, waruqawianak lurañs yatichapxta, ukatx smartphones uka apnaqañs yaticht'apxaraktwa, ukjamat sarawinakapat qillqt'apxañapatki ukat Facebook ukat Twitter uksanakan uñat'ayapxañapataki. | আমরা বিশকেক-এর নারীদের কখন, কোথায় প্রশিক্ষণ দিবো, সেটার উদ্যোগ নিই। প্রশিক্ষণে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তাদের গল্পগুলো কীভাবে ব্লগ পোস্ট আকারে, অথবা ভিডিও এবং ছবি আকারে দেয়া যাবে, তা আমরা তাদের শিখাবো। |
14 | Kashka-Suu ukat Otogon uka pä markankir tawaqunakax janiw chikancht'asiñ atipkti, kunalaykutix awkinakapx janiw khitaniñ munapkiti, janis askikasp ukjamwa uka tantachäwitx amuyapxana. | তাছাড়া স্মার্টফোনে কীভাবে নোট লিখতে হয়, তাও শেখাবো। ফেসবুক এবং টুইটারে পোস্ট কীভাবে শেয়ার করতে হয়, সেটাও দেখাবো। |
15 | Uka awikinakapampiw tantacht'asiñ munapxta, kunja askis uka tantachawin tawaqunkan chikancht'asiñapax ukxat arxayt'añataki. | যদিও দু'টি গ্রামের নারীরা কর্মশালায় অংশ নিতে পারেননি। এই নারীদের মা-বাবা পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির অধিকারী। |
16 | Walja tawaqunakaw wila masinakapar yanapt'añatak irnqapxi, ukampirus utanakapanx may may lurañanakanipxarakiwa. | তাছাড়া তারা তাদের সন্তানদের ব্যাপারে খুবই রক্ষণশীলও। |
17 | Maynix uta pichthapiñapa, sullkanakapar uñjañapa, waka lich ch'awañapa ukatx iwijanak awatiñapa. | কিছু বাবা-মা তাদের সন্তানদেরকে শহরে এসে প্রশিক্ষণ নেয়ার ব্যাপারটি অনুমোদন করেননি। |
18 | Ukampirus jupanakax taqi akanak lurañ munapxpachati? | এটাকে তারা অপ্রয়োজনীয় ভেবেছেন। |
19 | Janiw khitis jiskt'apkiti. | আমরা এই বাবা-মা'দের সাথে কথা বলেছি। |
20 | | তাদের বোঝাতে চেষ্টা করেছি, এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ তাদের মেয়েদের জন্য কতো গুরুত্বপূর্ণ। |
21 | | অনেক নারীই অর্থ উর্পাজনের মাধ্যমে সংসারে সহযোগিতা করতে প্রতিদিন কাজ করেন। |
22 | Tawaqunakax markan turkañap thaqhapxi. | অনেকে আবার বাধ্য হয়ে করেন। |
23 | Nanakax historias ukanakxat aruskipxaraktwa. | কেউ আবার ঘরদোর পরিষ্কার কাজে সাহায্য করে। |
24 | Kunanaks historias uksatuqit uñt'ayañ munapxta? | কেউ আবার ছোট ভাইবোনদের দেখাশোনা করেন। |
25 | Kunas wali aski ukatx kunas llakisiyapxtama? | কেউ আবার গরুর পাল দেখাশোনা করেন। |
26 | Kunjams jakapxta ukatx kuna jan walt'awinakas utji? | কিন্তু তারা কি এগুলো করতে চায়? কেউ-ই তাদের কাছে এটা জানতে চায়নি। |
27 | | গ্রামের টেকসই জীবনযাত্রা টিকিয়ে রাখতে নারীরা সাহায্য করছে। |
28 | Tawaqunakax aski jikxatapxañapa. | আমরা গল্প নিয়ে আলোচনা করেছি। |
29 | | আমরা তাদের কাছে জানতে চেয়েছি, তারা কি তাদের গল্পগুলো সবার সাথে শেয়ার করতে চায়? |
30 | | তাদের কাছে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ, তারা কোন বিষয়ে উদ্বিগ্ন? |
31 | | তাদের জীবন কেমন, প্রতিদিন তারা কী চ্যালেঞ্জ মোকাবেলা করে? |
32 | | নারীদের সক্রিয়ভাবে অংশ নেয়ার বিষয়টি বেশ ভালো ছিল। |
33 | Aka tantachawinx yaqha wayn tawaqunakampis masichasitarakiwa. | এটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। |
34 | | তারা নিজেদের জন্য নতুন কিছু যোগ করতে চেয়েছিল, চেয়েছিল কিছু বিষয়ের পরিবর্তন আনতে। |
35 | | আমার ধারনা, এই বৈঠক থেকে আমাদের সবচে' গুরুত্বপূর্ণ অর্জন হলো কিছু নতুন বন্ধু পাওয়া। |
36 | Purapatw ch'amancht'asipxtan ukaw wali aski. | আমরা একে অপরকে সাহায্য করেছি। পুরো বিষয়টি খুবই মজার ছিলো। |
37 | Bishkek uka tamax uka kipkarakiw ukan chikancht'asiwayi. | বিশকেক-এর আমাদের দলও অংশ নিয়েছিল। |
38 | WordPress ukat smartphones uk apanaqañx janiw yatipkayäti, jichhax uk apnaqañw yatintapxta. | আমরা ওয়ার্ডপ্রেসের অনেক কিছুই শিখেছি, যা আগে জানতাম না। |
39 | | তাছাড়া আমাদের স্মার্টফোনে যে অনেক বুদ্ধিদীপ্ত ফাংশন রয়েছে, সেগুলো সম্পর্কেও জেনেছি। |
40 | Ukakipkarkiw medios ciudadnos uks yatxatapxta, ukanx taqiniw yatichiri ukjamarak yatiqir ukjam sarntayapxayata. | গ্রামের নারীদের পাশাপাশি এই কর্মশালা আমাদের কাছেও মজার ছিল। |
41 | | এখানে আমরা সবাই শিক্ষক, আমরা সবাই ছাত্র। |