Sentence alignment for gv-aym-20140830-6762.xml (html) - gv-ben-20140914-44781.xml (html)

#aymben
1Cloghers: Camboyana-nkir wayn tawaqunakax blogs ukanak uñstayasiñampiw qalltapxiক্লগহার প্রকল্প: কম্বোডিয়ার তরুণীরা তাদের ব্লগ শুরু করেছে
2Rising Voices amt jichhakipstayäwiরাইজিং ভয়সেস ক্ষুদ্রঋণপ্রাপ্ত প্রকল্পের সংবাদ
3Clogher uka chikanchasirinakax jupan blogs ukanakapanw aski jutawxat qillqat'apxi.ক্লগহার প্রকল্পের অংশগ্রহণকারীরা তাদের ব্লগের জন্য শুভেচ্ছা বার্তা লিখছে।
4Aka Empowering Cloghers Project ukax 17 llumpaqa phaxsinw qalltawayi, mä tama wayn tawaqunakaw ukanx chikancht'asiwayapxi.১৭ আগস্ট, রবিবার ক্লগহার প্রকল্প শুরু হয়েছে। একদল উদ্যেমী তরুণী এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিচ্ছেন।
5Chak Sopheap, uka janïr qalltkasax Cambodian Center for Human Rights ukan Directora Ejecutiva jupan ukjamarak mayni masinakan mä video waruqatw uñacht'ayi, uka video-nx Indonesia, Filipinas ukat Alemania uksabkir blogueros ukankaw uñjasi.প্রথমবারের মতো এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণ শুরুর আগে কম্বোডিয়ার সেন্টার ফর হিউম্যান রাইটস-এর নির্বাহী পরিচালক মিস চাক সোপহিপ প্রশিক্ষণার্থীদের একটি ভিডিও দেখান।
6Yatiqirinakax may may jikst'awinakw uñt'ayapxäna, taqiniw kunanakas blog-tuqin qillqt'apxasp ukx amuyt'apxäna.এই ভিডিওটি মিস চাক এবং তার সহকর্মী ব্লগাররা জার্মানির বার্লিনে ব্লগার ট্যুরের সময় বানিয়েছিলেন।
7এতে ইন্দোনেশিয়ার, ফিলিপাইন এবং জার্মানির ৬ জন ব্লগার তাদের অভিজ্ঞতা এবং অনুপ্রেরণার কথা বলেছেন।
8Ukjamat warminakan derechunakap nayrar aptañataki, ukatx blogueras ukjam tukuñataki.প্রত্যেক অংশগ্রহণকারী তাদের প্রত্যাশার কথা বলেন।
9তাছাড়া বেশিরভাগই জানান, তারা নারী অধিকার বিষয়ে সচেতনতা তৈরি করতেই ব্লগ লিখতে চান।
10প্রশিক্ষণে অংশ নিয়ে তারা যা যা শিখেছেন, একজন ভালো ব্লগার হতে কী কী দরকার, তা সবার সাথে ভাগাভাগি করে নেয়ার কথাও তারা বলেছেন।
11যদিও প্রকল্প শুরুর আগে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কী করবে, তা নিয়ে আমাদের নিজেদের পরিষ্কার ধারণা ছিল না।
12Akax wali kusisiñawa, ukjam yatiqirinakax jank'akiw amtanakaps wakt'ayasipxi.এখন তাদের কথা শুনে আমাদের ভালো লাগছে। সোপহিপ তার ফেসবুকে লিখেছেন:
13Sopheap ukax Facebook ukan chikancht'asiyi,রবিবার-টা আমাদের খুব ভালো গেল।
14Jichhurux willküruwa, aka wayn tawaqunakampi jikxatasisax wali kusisitatwa, jupanakax uka yatiqawimpix qallantañ munxapxanwa.আমি এই তরুণীদের নিয়ে খুবই অভিভূত, ব্লগ শুরু নিয়ে তাদের পরিষ্কার ধারণা আছে। সামাজিক একটা উদ্দেশ্যও আছে।
15Aka nayrïr sesión ukax cloghers ukanak utt'ayañ amtaniwa, nayraqatax suti thaqhasipxi, kuna sutinispas uka blog ukax sasina, qhipa tarea ukax blogs ukanakpan aski jutawi jan ukax katuqäw diseño lurañawa.প্রশিক্ষণের শুরুর দিকটা ছিল একেবারে মৌলিক কিছু টেকনিক্যাল দক্ষতা অর্জন বিষয়ক আলোচনা। তারা জানতে চেয়েছিল ব্লগের সুন্দর একটা নাম কীভাবে হতে পারে, তারা ব্লগে কোন কোন বিষয় তুলে আনতে পারে।
16আর প্রশিক্ষণে তাদের সর্বশেষ কাজ ছিল তাদের ব্লগের জন্য একটি শুভেচ্ছা বার্তা লেখা।
17Las participantes imaginan el nombre de su blog y temas de focoফলে তারা যখন তাদের ব্লগ খুলবে, তখন তারা এটিকে তাদের প্রথম পোস্ট প্রকাশ করতে পারবে।
18অংশগ্রগণকারীরা তাদের ব্লগের নাম কী হবে, কোন কোন বিষয় নিয়ে লিখবে সেটা নিয়ে ব্রেইনস্টর্ম করছে।
19প্রত্যেকে তাদের শুভেচ্ছা বার্তা লেখার পরে আমরা ব্লগ কীভাবে তৈরি এবং ডিজাইন করতে হয়, সে বিষয় নিয়ে আলোচনা শুরু করি।
20Taqiniw aski jutawi sasin amuy qillqt'apxana, ukatx yaqha sesion ukampiw sarantatakiskäna, ukax kunjamas blog ukax uñstayaña ukjamarak diseño ukas luraña ukxat yatiqapxäna.প্রশিক্ষণের প্রথম দিকে কিছু কিছু অংশগ্রহণকারী একটু লজ্জা পেতে ছিলেন। সবার সাথে তারা কথা বলতেও অস্বস্তিবোধ করছিলেন।
21Mayni chikancht'asirix asxaranwa, ukat janiw mayninakamp aruskipkarakinsa, ch'amakinw jichuntäwipaxa.কিন্তু প্রথমদিনের পরেই তাদের জড়তা কেটে যায়। এমনকি একজন মেয়ে ফেসবুক পেজও খুলে ফেলেন।
22তারা প্রশিক্ষণ কার্যক্রম চলার সময়েও সামাজিক মিডিয়ার মাধ্যমে পরস্পেরের সাথে সংযুক্ত ছিলেন।
23Ukampirus mayni chikancht'asirix Facebook uka jist'aratayna ukatuqin aruskipt'añataki. facilitadores.আর তারা এটা করেছেন, প্রশিক্ষণদানকারীদের জিজ্ঞেস না করেই।
24Qhipa yatxatäwix llumpaqa phaxsi tukuyankaniwa!পরবর্তী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আগস্ট মাসের শেষ দিকে।
25আমরা আরো একটি প্রশিক্ষণ কার্যক্রম সুন্দর ভাবে শেষ করার জন্য বৈঠক করছি, দরকারি সব কাজ করে রাখছি।