Sentence alignment for gv-aym-20100809-527.xml (html) - gv-ben-20100617-11316.xml (html)

#aymben
1Qullasuyu: Internet Alañan Chanipaবলিভিয়া: ইন্টারনেট ডোমেইনের ক্রয় মূল্য
2Qullasuyunkirinakatakix internet alañax ancha jila chanin uñjatawa, yaqha marka masinakatsipansa, 40 US$ ukja chanimpikiw chilenunakax mä “.বলিভিয়ায় সুনির্দিষ্টভাবে দেশের নামে ইন্টারনেট ডোমেইনের (ইন্টারনেটে ওয়েব পাতার ঠিকানা) মালিকানা অর্জন করার ব্যয় তুলনামূলক বেশি।
3Cl” ukx jikxatapxi,Qullasuyunxa, walja markachirinakatakix ancha jilawa.তার আঞ্চলিক প্রতিবেশীদের সাথে যদি তুলনা করা যায়, তা হলে এই ব্যয় অবশ্যই বেশি।
4Jichhanakakiw Centro de Información de Redes de Bolivia sata (NIC Network Intrenet Center Ingles arun yatiyawayi, “bo”ukan chanipax 35% ruw pisiqtawayi.যেখানে চিলিবাসীরা দুই বছরের জন্য “. সিএল” ডোমেইন [স্প্যানিশ ভাষায়] কেনার প্রদান করে ৪০ মার্কিন ডলার, আর্জেন্টিনাবাসীরা এমনকি বিনে পয়সায় কম.
5এআর ডোমেইন পেতে পারে, সেখানে বলিভিয়ায় এই ডোমেইন কেনার খরচ স্থানীয় অনেক বাসিন্দার সাধ্যের বাইরে।
6Jichhax chanipax mä maranx niya 140 $US ukhakixiwa,ukampirus yaqhax “com.bo” apnaqañax mä maranx niya 40 $US ukhakixiwa.সম্প্রতি বলিভিয়ার যোগাযোগ তথ্য কেন্দ্র (নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার অফ বলিভিয়া) (এনসিআই) [স্প্যানিশ ভাষায়] ঘোষণা দেয় যে তারা “.
7বো” ডোমেইন কেনার মূল্য ৩৫ শতাংশ কমিয়ে এনেছে, যার ফলে তার মূল্য এখন প্রতি বছরে প্রায় ১৪০ মার্কিন ডলার।
8Jichha ut'ayata Pagina Fcebook NIC ukan chaninakan pisiqtawipax qhananchataski, markachirinakn chaninakxat amuyunakap arsupxañanakapataki.তবে এ ব্যাপারে বছরে প্রায় ৪০ মার্কিন ডলার দিয়ে “কম. বো” কেনার ভিন্ন এক সুযোগ রয়েছে।
9মূল্য কমানোর ঘোষণা এনআইসির নতুন তৈরি করা ফেসবুকের পাতায়ও প্রদান করা হয়েছে, যা, যেখানে ব্যবহারকারীদের ডোমেইনের মূল্যের ব্যাপারে কথা বলার সুযোগ প্রদান করা হয়েছে।
10Arsuñanxa, Esteban Limax qilqt'awayiwa:আলোচনা সভায় (ডিসকাশন বোর্ডে) এসটেবান লিমা লিখেছে:
11Kunarus qulqix apt'atapachä, yatiñ munirista.আমি জানতে চাই সংগৃহীত অর্থ কোথায় বিনিয়োগ করা হচ্ছে।
12Aruskipawinakax Twitter ukhamarak blog ukanaruw sarxi, Oscar Humberto (@oky) ukanakax aka chaninakxat qilqt'apxana. Twitter ukhamarak blog satanakankiw aruskipawinakxa, “brecha digital” sutinirukiwn jiltayi.আমি মনে করি, গণ প্রতিষ্ঠান হিসেবে কতগুলো ডোমেইন তৈরি হচ্ছে, এতে কি পরিমাণ অর্থ সংগ্রহ হচ্ছে এবং সেগুলো কোথায় বিনিয়োগ হচ্ছে তা অবশ্যই জনতার কাছে উন্মুক্ত করতে হবে।
13Maysatuqitxa, Mario Durán jilatax Faceboock de NIC uksan mä k'umiw chaninakxat qilqt'awayi, jupan amuyuparjamax NIC uksatx phisksutajatanawa.এই আলোচনা টুইটার ও ব্লগে চলছে যেখানে ব্যবহারকারীরা যেমন অস্কার হুমবার্তো (@ওকেই) এই দামের প্রভাবের বিষয়ে লিখেছে:
14Mä juk'a pachatsti.অর্থনৈতিক বাস্তবতায় নিক.
15Durán jilatax blogupan mä jamuq uñacht'awayi, políticas ukaruw jawsatana mä qhananchaw mayiñataki, (ADSIB) Agencia Desarrollo de la Sociedad de Informacion en Bolivia satan mayni irpiripampiw aruskipt'atana, ukatx Durán jilatax aknïr arsuwinak qhananchi.বো এর দাম বলিভিয়ানদের জন্য গ্রহণযোগ্য নয়, এটা কেবল ডিজিটাল বিভক্তিকে বিস্তৃত করবে। তবে ব্লগার মারিয়া ডুরান এনআইসির ফেসবুকের পাতায় দামের উচ্চ মূল্যের বিষয়ে সমালোচনা করে এর দেওয়াল (নোটিশ বোর্ড বা যেখানে কোন মন্তব্য রাখা যায়-ওয়ালে) একটি লেখা পোস্ট করেছেন ।
16i)Pisiqtawinakx nayraqatar sartawispawa. ii)Internet apnaqañ jikxatawit payllatk ukax NIC .bo ukan jan walin tukjañatakiwa. iii)mä institución estatal ukjamawa,janiw walja qulqinikiti. iv)yaqha markanaknxa, qulqix jilpachaw utji,ukhamarak walja internetan jaqinaka, akax internetan 1 dólar chaniniñaparuw yanapt'i.সেখানে তিনি যা বলেছেন, তা এনআইসি মুছে ফেলেছে। এর পরপরই ডুরান মুছে ফেলা যে অংশে যা লিখেছিলেন, সেই অংশের ছবি বা স্ক্রিনশট তার ব্লগে প্রকাশ করেন [স্প্যানিশ ভাষায়] এবং লিখেন যে তিনি এদের অফিসে এই বিষয়ে তাদের নীতির ব্যাপারে পরিষ্কার ধারণা পাবার জন্য কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলেন।
17বলিভিয়ার ইন্টারনেট সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান ( বলিভিয়ান এজেন্সি ফর ডেভলপমেন্ট অফ দা ইন্টারনেট সোসাইটি যা তার স্প্যানিশ ভাষার আদ্যক্ষর নিয়ে এডসিব নামে পরিচিত) আইনগত প্রতিনিধির কাছে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ডুরান নিচের যুক্তি নিয়ে হাজির হন।
18Qullasuyunxa, 6000 waranqa internetan jaqinakakiw utji.১) দাম কমে আসার বিষয়টি উন্নতির লক্ষণ।
19v)kimsa jaqin mayitaparus janiw turkakiptkaspanti.২) ডোমেইন বিক্রি করে যে অর্থ সংগ্রহ করা হয় তা এনআইসি.
20Durán jilatax blogupanx sarakiwa, walja jaqinakn amuyunakapanx internet bolivianos 2003 ukhaspa sas amtaw utji.বো এর আমলাতান্ত্রিকতার কাজে ব্যয় হয়। ৩) এটা রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান যার অনেক রিসোর্স বা সূত্র রয়েছে।
21৪) অন্য দেশের ক্ষেত্রে এ ব্যাপারে অর্থনৈতিক একটি মাপকাঠি রয়েছে এবং সে সমস্ত দেশে প্রচুর ব্যবহারকারী রয়েছে, যার ফলে সেখানে ডোমেইনের দাম অনেক সময় এমনকি ১ ডলারে নেমে আসে, কিন্তু বলিভিয়ায় হয়ত কোন রকমে ৬০০০ সুনির্দিষ্ট ডোমেইন ব্যবহারকারী রয়েছে।
22Payïr uñacht'awipanx jupax amuyt'iwa, mä kampaña ukaw qalltasiñapa, walja amuyunak akatuqit ut'ayañataki blogerunakamp twtteer apnaqirinak amp kunaw aka ruskipaw sarayapxañapa.৫) ৩ জন ব্যক্তি অভিযোগ করেছে, এতে কোন কিছুর কোন পরিবর্তন হবে না। এছাড়াও এই ব্লগ পোস্টে ডুরান উল্লেখ করেছেন যে দাম কমানোর জন্য যে দরখাস্ত তা ২০০৩ সাল থেকে অনেক ইন্টারনেট ব্যবহারকারীর মাথায় ছিল।
23এই পোস্টকে উদ্দেশ্য করে লেখা পরের পোস্টে তিনি পরামর্শ প্রদান করেন যে সাইবার প্রচারণা শুরু করা যাক, যাতে এই বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধি করা যায় [স্প্যানিশ ভাষায়] এবং ব্লগার ও টুইটারকারী ব্যক্তিরা এই বিতর্কের সম্মুখে তাকাবে।
24Waljaniw hashtag nicbo uka apnaqañx qalltawapxi, aka wakichawituqit aruskipañataki, jutirin mä qawqha turkakipaw ut'ayañapatakiঅনেকে এই বিষয়ে আলোচনার জন্য #নিকবো নামক হ্যাশট্যাগের ব্যবহার শুরু এই আশায় যে, নিকট ভবিষ্যৎ-এ এই বিষয়ে স্পষ্ট একটি পরিবর্তন আসবে।