# | aym | ben |
---|
1 | Irán markax mä munu k'usill khä pachar apayi ukat yaqhaw kutt’ani | মহাশূণ্যে ইরানের একটি বানর প্রেরণ এবং অন্যটির পৃথিবীতে প্রত্যাবর্তন |
2 | Aftab el mono antes de su lanzamiento al espacio. | মহাশূন্যে যাত্রা শুরু করার পূর্বে আফতাব নামের বানরটি। |
3 | Foto: IRNA | ছবিঃ ইরনা |
4 | | ইরানের সরকার একটি বানরকে মহাশূন্যে সফলভাবে প্রেরণ এবং ২৮ জানুয়ারি, ২০১৩ তারিখে পশুটিকে পুনরায় জীবিত অবস্থায় ফিরিয়ে আনার যে দাবি করেছে তা ব্লগাররা ও সংবাদ মাধ্যমগুলো চ্যালেঞ্জ জানিয়েছে। |
5 | | অফিসিয়াল ছবি - যেগুলোতে অনুমিতভাবে বানরটিকে মহাশূন্য যাত্রার আগে ও পরে চিত্রিত করা হয়েছে - সেখানে কোন মিল পাওয়া যায়নি। |
6 | Blogueronak ukhamarak yatiyirinakax janiw chiqaw sapkit [en] kunti siskix iraní apanaqirix kunatix jupanakax sapxiw mä munu alaqpachar apayapt ukat uka munux jakaniw aka 28 urunak saraqkipan chinuqa phaxsin 2013 maran kutt'anxi. | এতে করে মহাশূন্য যাত্রাটি যে বানোয়াট হতে পারে, সে ব্যাপারে সংশয় ও সন্দেহ আরও বাড়ছে। জাতীয় আইআরআইবি চ্যানেল ওয়ানের সম্প্রচার থেকে রেকর্ড করা অফিসিয়াল ফুটেজগুলো এখানে রয়েছেঃ |
7 | | জনপ্রিয় ইরানি লিঙ্ক-শেয়ার করা সাইট বালাতারিনে অনেকেই বলেছেন, শাসকগোষ্ঠী মিথ্যা বলছে। |
8 | Khuskt'at jamuqa (Imágenes oficiales) - uka jamuqanakax munutaw sapxarakiw janir apaykas ukhamarak apayatata - - janiw pachpjamäkiti [fa], juk'amp payachasïwinak uñstay ukhamarak juk'amp aka apayäwix k'arjamaw tumpata. | তাঁরা যাত্রার পূর্বে বানরটির ছবির সাথে ফিরে আসা ক্যাপসুলের ভিতর থেকে উদ্ধারকৃত বানরের ছবির তুলনা করেছেন। |
9 | Akanakaw mä wakichäw canal estatal IRIB 1 nut waraqat khuskt'at jamuqanakaxa: | দু'টি ছবির বানরের মধ্যে শারীরিক অমিলগুলো স্পষ্ট। এখানে সেগুলো রয়েছেঃ |
10 | | এই পোস্টটির প্রধান ছবিটির উপরের (ডানে) ছবিটিতে দেখা যাচ্ছে, প্রথম বানরটির ডান দিকের ভ্রুর উপর একটি আঁচিল আছে। |
11 | Walja wali uñt'at yatiykipayasiñatak enlace-nak Balatarin [fa], apnaqirinakaxa, marka apnaqirix k'arisiw sapxiw ukhamarak munu jamuqanak mä janir apaykasa jamuqamp kutt'anit jamuqamp kikipayapxi [fa], kunanakas mayja paypach jamuqanakatxa uchasa. | মুখের চারপাশে ধুসর ও খর্বাকৃতির লোম আছে। যেখানে দ্বিতীয় বানরটির মুখে কোন আঁচিল নেই এবং মুখের চারপাশে গাঢ় তামাটে বর্ণের লোম আছে। |
12 | Akankapxiwa: | |
13 | Kunajamas aka jach'a (principal) post-anx uñjasi, kunjamati alayan (kupi tuqina) nayrir munux kupi nayra phichhun mä lunar-aniw ukhamarak uqi jisk'a t'arwaniw ajanupana, payir munux janiw lunar-anïkiti ukhamarak ajanupanx qhana ch'är t'arwaniwa. | এই রিপোর্টে নেট নাগরিকদের প্রতিক্রিয়ার পরিসর পরিপূর্ণ সন্দেহ প্রবণতা থেকে শুরু করে ষড়যন্ত্র তত্ত্ব পর্যন্তঃ ইরানি ব্লগার ‘হাঘ মোসালাম মা' (‘আমাদের যথার্থ অধিকার') একটি বিদ্রুপাত্মক কৌশল বেছে নিয়েছেন। |
14 | Cibernauta-nakax k'arisiwitjamat wali muspharatapxiwa: ‘Hagh mosalam ma' [fa] (‘Nuestro derecho definitivo') bloguero-x sawkasïwituqit uñakipi, ukhamarak misión espacial-amp iraní irpir chhijllasiwimp 2009 maran kikpakay kunatix waljaniw uka chhijllasiw mayjt'ayatapatat amuyapxi. | তিনি কথিত মহাশূন্য মিশনের সাথে ২০০৯ সালে ইরানের তামশাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের মাঝে সমান্তরাল রেখা এঁকেছেন যেটি অনেকেই অদ্ভুত কৌতুক মনে করছেন। |
15 | Ukhamarak sawkt'asi: | তিনি কৌতুক করে আরো বলেছেনঃ |
16 | Alaxpachar apayat munux [jach'a irpirina] masipänwa, khititi kutt'ankanx mayj mayjakiw uñnaqäna. | যে বানরটিকে মহাশূন্যে পাঠানো হয়েছে সেটি হলো [ সর্বোচ্চ নেতার ] বন্ধু। |
17 | […] Photoshopampix Marte munu atismaw apayañ, jani atmósfera anqäx sañataki. | যেটি ফিরে এসেছে সেটি অদ্ভূত আচরণ করছে। |
18 | Amir Farshad ‘Hot Chocolate‘ [fa] uka blogun qillqt'i: | […] ফটোশপ ব্যবহার করে আপনি মঙ্গল গ্রহেও বানর পাঠাতে পারেন। |
19 | Mahmood Ahmadinejad [Irpirixa] aka simanax markar yaqha aski yatiyäw churi kunatix Fajr [marcando el aniversario de la victoria de la Revolución Islámica] phunchhäwiw puri: “Mä munu alaqpachar apaytan ukhamarak mä operación de cirugía estética-mp lunar-ap phiskstan khä alayan ukhamarak suma q'umar jakan Jach'a irpirin amparapar (brazos del Líder Supremo) kutt'ayanatana”. | আমির ফারশাদ তাঁর ‘হট চকোলেট' ব্লগে লিখেছেনঃ [প্রেসিডেন্ট] মাহমুদ আহমাদিনেজাদ এই সপ্তাহে ফাযর উৎসবের [ইসলামিক বিপ্লবের জয় চিহ্নিত করে বর্ষপূর্তি উদযাপন ] পূর্বে জাতিকে অনেক সুখবর দিয়েছেনঃ “আমরা একটি বানরকে মহাশূন্য যাত্রায় পাঠিয়েছি এবং সেখানে সেটির আঁচিল মুছে ফেলার জন্য একটি সৌন্দর্য্য বর্ধক অস্ত্রোপচার করতে সমর্থ হয়েছি। |
20 | | এরপর এটিকে সুস্থ অবস্থায় সর্বোচ্চ নেতার বাহুতে করে ফিরিয়ে নিয়ে এসেছি।” |