# | aym | ben |
---|
1 | Senegal: Umamp apawix 18 jiwatw utjayi | সেনেগাল: দেশ অচল করা বন্যায় ১৮ জনের মৃত্যু |
2 | 26 llumpaqa phaxsitx Senegal markanx jallux walpun purintawayatayna ukatax umaw q'ala apawayxatayna ukampirus jichhakamax 18 jiwata ukat 42 usuchjata utjayawayi [fr]. | [অন্যরকম না নির্দেশ করা হলে সকল লিঙ্কই ফরাসি ভাষায়] ২৬ আগস্ট ২০১২ তারিখের ভারী বর্ষণের কারনে সেনেগালের অনেক অঞ্চলে সর্বনাশা বন্যা দেখা দিয়েছে। |
3 | Jilïr irpiri mayacht'ataynawa El gobierno senegalés ha organizado un plan de ayuda con el apoyo de la organización francesa “Organisation des secours” Orsec [fr] uka tamanakaru jan walt'añan jikxatasirinakar yanapat'añataki. | |
4 | Internautas senegaleses ukanakax uka jan waltäwinakatw qilqapxi. | এতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু ও ৪২ জন আহত হয়েছে। |
5 | Walja internautanakaw uka jan walt'äwitx jamuqanaka ukat videonak uka jan uñt'ayapxi. Basil Niane bloguerux publica en YouTube ukanw yatiyäwinak uñt'ayi. | দুর্গতদের সাহায্যের জন্য সেনেগাল সরকার ফরাসী দেশের আপৎকালীন সহায়তা সংগঠন অরসেক [ইংরেজি] এর সহায়তায় উদ্ধার পরিকল্পনা শুরু করেছে। |
6 | Akïr videonx Grand Yoff uksatw arst'i: Diopweb bloguerux uka kipkarakiw Dalifort ukat Mariste uksanakat arst'i: | সেনেগালের ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁদের এলাকার বন্যার প্রভাব নিয়ে আলোচনা করেছেন। |
7 | Anna Gueye bloguerax redes sociales uksat jamuqanak apthapi [fr] maysatsti Claude André Coly jupax yaqhachiqanakan jan walt'añan jikxatasipk ukxataw arsu: | অনেক ইন্টারনেট ব্যবহারকারী মুষলধারে বর্ষণের কারণে ক্ষয়ক্ষতির ভিডিও ও ছবি সামাজিক নেটওয়ার্কে প্রকাশ করেছেন। |
8 | A nivel de la ciudad donde hay cientos de víctimas, las fuentes de información dan a conocer la cantidad de lluvia caida la noche del domingo, la que sería de al menos 140mm. | ব্লগার বাসিল নিয়ানে বন্যাক্রান্ত ডাকারের কিছু এলাকার একাধিক ভিডিও প্রতিবেদন ইউ টিউবে প্রকাশ করেছেন। নিচের এ ভিডিওটিতে তিনি গ্র্যান্ড ইয়োফ জেলার অবস্থা বর্ণনা করেছেন: |
9 | Los distritos de Sourah, Keur Niang, Darou Miname, Gare Boundaw, Ndame y Darou Khoudoss han sido los mas afectados. | ডালিফোরট এবং মারিস্টে জেলার বন্যা পরিস্থিতির বিষয়ে ব্লগার ডিওপয়েব একই ধরণের কাজ করেনঃ |
10 | Ni siquiera la gran mezquita se ha salvado, el agua ha entrado en el edificio y causado daños. Markpachanx waljaniw jan walt'añan jikxatasipxi . | ব্লগার আন্না গুয়েয়ে টুইটারে প্রকাশিত মনোযোগ কাড়া ছবিগুলো নিয়ে একটি সঙ্কলন তৈরি করেন এবং ক্লদ আন্দ্রে কোলে অন্যান্য অঞ্চলের অধিবাসীদের দুর্দশা মোকাবেলার কথা তুলে ধরেনঃ |
11 | Yatiyäwinakax uka willküru arumat uñt'ayapxi, niya 140mm ukhawa. | |
12 | Sourah, Keur Niang, Darou Miname, Gare Boundaw, Ndame ukatx Darou Khoudoss uka markanakaw sinti jan walt'ayat jikxatasipxi. Una vista de la inundación en Dalifort filmada por Diopweb | আমাদের সুত্রগুলো জানায় শহরে রবিবার রাত থেকে প্রায় ১৪০ মিঃ মিঃ বৃষ্টি হয়েছে, হাজারও মানুষ দুর্গত, সোরাহ, কেউর নিয়াং, ডারু মিনামে, গারে বোন্ডাউ, ডামে এবং দডারু খুদুস জেলা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। |
13 | Agrega [fr]: | এমনকী বড় মসজিদও রেহাই পায় নি। |
14 | Un taller de carpintería fue completamente destruido por un corto circuito. | ভবনে জল প্রবেশ করে ভবনকে ক্ষতিগ্রস্ত করেছে। ডিপয়েবের তোলা ডালিফোরটের বন্যার ছবি। |
15 | En el mercado de Ocass un gallinero que tenía 800 aves fue arrasado por el agua [..] | তিনি বলেন: শর্ট সার্কিট হয়ে খাইরাতে একটি কারখানা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। |
16 | Mientras en la ciudad de Mbacké, los distritos de Pallène, Gawane, Route de Kaël y Escale están bajo el agua así como Taif, que recibió 149. | অকাস বাজারে ৮০০ মুরগীর একটি খামার জলের তোড়ে ভেসে গেছে [..] ইতোমধ্যে তাইফের মত বাকে, প্যালেইনে, গাউয়ানে, রুট দ্যো কায়েল ও এসকালে জেলা জলমগ্ন হয়েছে। |
17 | 6mm de lluvia. | তাইফে ১৪৯ মিঃ মিঃ বৃষ্টি হয়েছে। |
18 | Mä taller de carpenteriyax corto circuito ukamp jan walt'ayatawa. | অনেক টুইটার ব্যবহারকারী আরও অনেক ক্ষয়ক্ষতির ঘটনা টুইটারে প্রকাশ করেছেন: |
19 | Ocass uka qhathunx mä wallpa uywaña 800 wallpaniw jikxatasina ukax q'ala umamp apataw uñjasi. | @ড্যামন্দিয়ায়ে: (ডামিস্টো) #কোয়েস্ট ফরিয়ে # কেবেটু তে গাড়ী বন্যার জলে ভাসছে http://t.co/riNBDjMH |
20 | Mbacké markax Taif marka kipkarakiw 149. 6mm ukha jallu purintaw katuqawayi. | পুনঃ টুইট @ ডিপয়েব: Débordement d'un des lacs aux Maristes yfrog.com/h3kbqbfij # ইন্নোন্ডেশন২৬ এআউট #ডাকার #কেবেটু #সেনেগাল |
21 | Walja internautanakaw twiter ukan jan wañt'wxatax uñt'ayapxi: | @ ডিপয়েব: মারিস্টে তে একটি লেকের জল উপচে পরা http://t.co/NaqkSL3D # ইন্নোন্ডেশন২৬ এআউট #ডাকার #কেবেটু #সেনেগাল |
22 | Vehículos que flotan en el agua en #OuestFoire #kebetu http://t.co/riNBDjMH | এ মাত্রার বিপর্যয়ের কারণে রাষ্ট্রপতি সাল তাঁর দক্ষিন আফ্রিকা ভ্রমণ সংক্ষিপ্ত করেন। |
23 | #OuestFoire #kebetu @diopweb: Maristes http://t.co/NaqkSL3D #Inondation26Aout #Dakar #Kebetu #Senegal uka qutax jilarxiwa | বন্যায় ক্ষতিগ্রস্তরা কর্তৃপক্ষের দেরিতে পদক্ষেপ গ্রহণের প্রতিবাদে ডাকারে বিক্ষোভ প্রদর্শন করেন। |
24 | Casas y muros destruidos, el hospital Philipe Maguilène Senghor de Yoff inundado provocando la evacuación de los enfermos, caminos cortados, lodo por todas partes. | বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস প্রয়োগ করা হয়। জনগণের ক্ষোভের কারন সম্পর্কে মালিকু দিয়ায়ে ব্যখ্যা করেনঃ |
25 | En el camino a Yoff atravesando por Grand-Yoff, a través de los distritos de Parcelles Assainies y Khar Yalla, la vista no era agradable. | বাড়ীঘর বিধ্বস্ত, দেওয়াল ধ্বংশপ্রাপ্ত, ফিলিপ মগুলেনে সেঙ্গর দ্যো ইয়োফ হাসপাতাল বন্যাক্রান্ত, অসুস্থদের উদ্ধার প্রাধান্য পেয়েছে, রাস্তা বন্ধ; আবর্জনা এদিক-সেদিক সর্বত্র। |
26 | Una situación indescriptible que ha empujado a la gente a las calles para expresar su amargura. | পারসেল্লেস জেলা থেকে খার ইয়াল্লা জেলার ইয়োফ থেকে গ্র্যান্ড- ইওফের রাস্তার দৃশ্য খুব একটা সুখকর নয়। |
27 | La población ha quemado neumáticos, autos, puesto que según ellos las autoridades no han hecho nunca ningún esfuerzo para drenar el agua. | |
28 | Utanakax jan wañt'ayatawa, Philipe Maguilène Senghor de Yoff qullayasiñ utas ukakipakarakiw jan walt'ayata thakhinakas taqituqinw jist'antata. Markachirinakax neumaticunak phichhantapxi. | এক অবর্ণনীয় অবস্থা জনগণকে তাঁদের তিক্ত ক্রোধের বইপ্রকাশ ঘটাতে রাস্তায় নামতে বাধ্য করেছে, জনগণ টায়ার পোড়ায় কারন হিসেবে তাঁরা বলে যে কর্তৃপক্ষ বন্যার জল সরানোর নূন্যতম উদ্যোগও গ্রহণ করে নি। |