# | aym | ben |
---|
1 | Kioto-tuqinx mä jach’a yatiqañ utan yatintirinak tamaw Japón, China ukat Corea markanak “kusisit jakasipxpan” muni | জাপান, চিন এবং কোরিয়াকে “সুখী” দেখতে চায় কিয়োটোর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী |
2 | Captura de pantalla de “Japón, China, Corea Happy” subido a YouTube el 18 de julio de 2014 | “জাপান চিন কোরিয়া হ্যাপি” ভিডিও'র স্ক্রিনশট। ১৮ জুলাই ২০১৪ তারিখে ইউটিউব থেকে নেয়া হয়েছে। |
3 | | মার্কিন সংগীতশিল্পী ফ্যারেল উইলিয়ামের “হ্যাপি” গানে উদ্বুদ্ধ হয়ে জাপানের কিয়োটোর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী চিন এবং কোরিয়ার তরুনদের সাথে নিয়ে শান্তি ও বন্ধুত্বের বার্তা দিয়ে একটি ভিডিও বানিয়েছেন। |
4 | | উল্লেখ্য, এই তিন দেশের সরকার শান্তি ও বন্ধুত্ব প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন। |
5 | | “জাপান চিন কোরিয়া হ্যাপি” ভিডিও'র বানানোর নেপথ্যে মূল ভুমিকা রেখেছেন সুমিরেকো তোমিতা। |
6 | Pharrell Williams “Happy” jaylliw video uñjasaxa, Kioto-tuqin (Japón) mä jach'a yatiqañ utan yatintirinak tamaw chino ukhamarak corea-nu waynanakar sumankäwimp masïwimpit yatiyi, kawkiritix aka kimsa markanakax wal ch'axwapxan uka jikxatañatakixa. | তিনি হাফিংটন পোস্ট জাপানকে জানিয়েছেন, একবার ওসাকা শহরে স্কুলে যাওয়ার পথে বর্ণবৈষম্যের কুৎসিক দিক স্বচক্ষে দেখেছিলেন। |
7 | El Huffington Post Japan, Sumireko Tomita, khititix wali askinak lurkan video lurasiñpataki, “Japan China Korea Happy”, Asia-tuqin inti jalsutuqinkir markanakar masïwituqit amtäw uñacht'ayäw qallantana, kunatix jupax yatintir sarkasaxa ñanqhachäw yaqhachäw arunak corea-nu jaqinak uñch'ukisa Osaka markan ist'än uñjänxa. | আর তাই পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বন্ধুত্বের সুবাতাস বইয়ে দিতেই তিনি এই ভিডিও বানানোর সিদ্ধান্ত নেন। গত জুলাইয়ের মাঝামাঝিতে ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। |
8 | Video-x Youtube-tuqir willka kuti phaxsin apkatataw ukat jichhax 161.000 jaqinakan uñjataxiwa. | ইতোমধ্যে এটি ১ লাখ ৬১ হাজার বারের বেশি দেখা হয়েছে। |
9 | Youtube-tuqin video-x akham qhanancht'ayatawa: | ইউটিউবে ভিডিও'টি সম্পর্কে বলা হয়েছে: |
10 | | জাপানের বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল তরুণ “জাপান চিন কোরিয়া হ্যাপি” ভিডিও'টি বানিয়েছে দেশ তিনটির মধ্যে শান্তি প্রতিষ্ঠার অভিপ্রায়ে। |
11 | “Japón-China-Corea SUMANKÄWI” Japon-esanak jach'a yatiqañ utan yatintirinak sumankäw munirinakan luratawa. | এই তিনটি দেশের মধ্যে স্পর্শকাতর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। |
12 | Aka kimsa markanakax inas wali jisk'achasïw sartäwinipxchi, ukampirusa, aka pacha jakirinakax irnaqaskapxiw uka askichañatak ukhamat suma apasiñatak jutir pachanaka. | তবে তরুণ প্রজন্ম এই রেশারেশির সম্পর্কের মূলোত্পাদন করে ভবিষ্যতের উজ্জ্বল দিগন্ত রচনা করতে চায়। |
13 | | এই হ্যাপি মিউজিক ভিডিও দেশগুলোর মানুষগুলোকে খুশি এবং সুখী করবে। |
14 | | আর এই কারণেই আমরা ভিডিও নির্মাণে তিন দেশের তরুণদের নিয়েছি। |
15 | “HAPPY” jayllïw video-x larusiyiw ukhamarak sumanch jaqinakaru, ukatwa, aka video kimsa markpachat waynanakamp lurapta. | ভিডিওটির বেশিরভাগ চিত্রায়ন হয়েছে জাপানে। তবে দক্ষিণ কোরিয়া এবং চিনেরও কিছু দৃশ্য রয়েছে। |
16 | Japón markanw juk'amp luratawa, yaqahanakax Corea del sur ukhamarak China-tuqina luratarakiwa. | আমরা আশা করি, এই ভিডিও তিন দেশের সম্পর্কের উন্নয়নে উত্সাহিত করবে। |
17 | Aka video-x yanaptphanay larurt'ayañataki ukat ch'amachphan suma pacha kimsa markanakan uthañpataki. | জাপানে যেসব দেশের বিদেশিরা আছেন, তাদের মধ্যে সবচে' বেশি আছে কোরিয়ানরা। |
18 | Japón markan jakir jan japonés-anakatxa, corea-nunakaw juk'amp waljapxi. | তাদের বেশিরভাগ-ই বাস করেন ওসাকা এবং কিয়োটো শহরে। |
19 | Osaka-mp Kioto-mpix ukhamarakiw walja corea-nu markachirinipxi yaqha suyunakat sipanxa. | তাছাড়া এই শহর দু'টিও পর্যটকদের কাছে সমান জনপ্রিয়। |
20 | Turístico chäqjamaxa mä waranq waranqats juk'amp anqaxat jutir jilat kullakanakaru mimar marakiw jutayixa, Kioto markax janipuniw ñanqhachäw yaqhachäw uthaw munkiti. | গত বছর এক মিলিয়নের বেশি পর্যটক কিয়োটেতে এসেছিলেন। তাই কিয়োটো কখনোই চাইবে না বর্ণবৈষম্য উত্সাহ পাক। |
21 | Video-x marka anqäxat yatiqirinakamp yanapataw lurata, patakat juk'amp yatiqirinakaw yanapasipx luräwinxa, Kioto markan jakirinak ukhamarak anqäx markankirinakampiw lurata. | ভিডিওটি বানাতে বিদেশী শিক্ষার্থীদের সাহায্য নেয়া হয়েছে। প্রায় ১০০ জনের বেশি শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন। |
22 | Muwa Yamada, un inmigrante japonés de Nueva York, jupax vitiyu uñjatayna ukat akjam arst'i: | এদের বেশিরভাগই কিয়োটোতে পড়াশোনা করেন। কিছুজন অবশ্য বিদেশেও পড়াশোনা করেন। |
23 | Aka yatintirinakax mä suma askimp chiqamp uñtäwimpix jan walt'awinakamp kunja askirus sartsna yatichapxistuxa. | প্রবাসী জাপানিজ মুয়া ইয়ামাদা নিউ ইয়র্ক শহরে থাকেন। |
24 | Kipka thaya samstana ukapiniw askix uka amuyta. | তিনি ইউটিউবে ভিডিও'টি দেখে মন্তব্য করেছেন: |
25 | Pä marats juk'ampiw, Corea del Sur ukhamarak China markan irpir yanapirinakax wal aruskipapxi (y finalmente han roto el silencio esta semana en la conferencia del viceministro en Seúl para arreglar sus relaciones). | বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই তরুণগুলি দেখিয়ে দিল, আমাদের অনেক ইস্যু আছে, যেগুলি নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সামনের দিকে এগুনো দরকার। তবে সবচে' মূল বিষয় হলো, আমরা একই বাতাসে বাঁচি। |
26 | Kimsa markanaka sarantäwix jisk'achasiwjankjamawa uraq layku ukhamarak sarnaqawipansa. territorio ukat historia ukanakxata. | গত দুই বছর ধরে জাপান, চিন এবং কোরিয়ার সরকারের মধ্যে উচ্চপর্যায়ে আলোচনা হচ্ছে। (তবে এই সপ্তাহে সবচে' বড়ো ঘটনা ঘটেছে। |
27 | Japón ukat China uka markanakax las islas Senkaku ukxat wal aruskipapxi (China uka markax Diaoyutai ukjam uñji ukat Taiwan ukax Tiaoyutai ukhama), Japón ukat Corea del Sur ukanakanakax uka kipkarkiw ch'axwapxi Takeshima (Corea las llama Dokdo). | কোরিয়াতে তিন দেশের মন্ত্রীরা সম্পর্ক উন্নয়নে একসাথে বসেছিলেন)। সীমান্ত বিরোধ আর ঐতিহাসিক কারণে তিন দেশের সম্পর্কে মাঝে মাঝে অচলাবস্থার সৃষ্টি হয়। |
28 | Japón ukhamarak Corea markanak jan munas arst'äwinakax aka pä markanakar pachpaw jan wal uñjayi. | সেনকাকু দ্বীপ কাদের হাতে থাকবে, তা নিয়ে প্রায়ই বিতর্ক উঠে। |
29 | Yaqha YouTube apnaqiri, “矢神悠希”[YAGAMI Haruki], enfatizó que los jóvenes podrían cambiar la situación: | এদিকে টেকশিমা দ্বীপ নিয়ে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যেও ঝগড়া লাগে। |
30 | Taqinjamakiw wal marka apnaqirinakamp quwrantatapxta. Kunapachati jutir pacha jakirinak sumankapxanixa, marka apnaqirinakax mayjt'apxaniwa. | জাপান বিরোধী এবং কোরিয়া বিরোধী বিক্ষোভ সমাবেশ দুই দেশকে বাজে ভাবে উপস্থাপন করে। |
31 | Thithiskakitaxa, janiw askichäwix uthjkaniti. Video jan munañ jan kuns lurasaxa (aka sarantäwinak juk'am suma amuyunakamp mayjt'ayañatak thaqma) janiw walikiti. | ইউটিউব ব্যবহারকারী ইয়াগামি হারুকি তরুণরা যে পার্থক্য তৈরি করতে পারে, সেটা নিয়ে মন্তব্য করেছেন: |
32 | Aka Video masïwin jakañ sarantaykix ukhamarakiw k'umit ukhamarak jisk'achäta. | দেখে মনে হয়, সবাই নিজ নিজ দেশের সরকার দিয়ে ব্যাপকভাবে প্রভাবিত। |
33 | Juk'amp qilqäwinakax jan walt'ayxiw suma larurt'ayiriru sarnaqäwinak ukhamarak diplomático-nak jan walinak uñstayasa. | দেশ তিনটির সরকারের মনমানসিকতায় যদি পরিবর্তন আসে তাহলে তরুণরা খুব খুশি হবে। |
34 | Des Moore, mä YouTube apnaqirixa kawkintixa jupax America-tuqin yuriwiyan ukhamarak Japón tuqin jilan siwa. comentó en contra, diciendo que sacar el tema político en este caso no tenía sentido: | প্রত্যেকে যদি দোষারোপে ব্যস্ত থাকে, তাহলে কোনো সমাধান বের হয়ে আসবে না। কোনো পদক্ষেপ না নিয়ে শুধু সমালোচনা করলে কোনো কাজ হবে না। |
35 | | ভিডিওতে বন্ধুত্বের আহবান জানানোর পাশাপাশি ক্রটিপূর্ণ সমালোচনাকে আক্রমণ করা হয়েছে। |
36 | | তবে ভিডিও-তে মন্তব্য করতে গিয়ে বেশিরভাগ মানুষই দেশগুলোর মধ্যে ঐতিহাসিক এবং কুটনৈতিক সমস্যাগুলো সামনে এনেছেন। |
37 | Kuns aka jaqinakax amuyapxi, sarnaqäw diplomático jan walt'awinak uñast'ayasa, kunatix aka video-x Japón, Corea ukhamarak China jaqinak aruskipawikw sarantayi. | এতে করে খুশির ভাব অনেকটাই চলে গেছে। ইউটিউব ব্যবহারকারী দেস মুরের জন্ম আমেরিকাতে হলেও তিনি বেড়ে উঠেছেন জাপানে। |
38 | | তিনি লিখেছেন, রাজনীতিকে টেনে এনে একে অর্থহীন করার চেষ্টা করা হয়েছে: |
39 | Corea jan ukax China markanakan juk'amp jakirinakaw sumak jakasipxi ukat janirakiw taqinix Japon marka jan munäwir sarxarkapkiti. | তাদের মতলব বুঝতে পারলাম না। তারা কেন কুটনৈতিক এবং ঐতিহাসিক ইস্যুগুলো সামনে আনছেন। |
40 | Yatiyäwinakan jach'a qilqanakan uñast'ayathapan Japón markar jan munas arst'awinakaxa, ukax sañ muniwa aka arstäwinakax janiw sapürux utjkiti, janiw sapürukiti ukat janirakiw taqpachan Japón markar jan wal uñjkapxiti. | ভিডিওতে তো জাপান, চিন এবং কোরিয়ার নাগরিকদের এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার বিষয়টি তুলে আনা হয়েছে। কোরিয়া এবং চিনের বেশিরভাগ মানুষ সাধারণ জীবনযাপন করেন। |
41 | /blockquote> | |
42 | Fondo de Cooperación Económica Asia-Pacífico (APEC) wakichat aruskipäwix lapaka phaxsin Pekín-tuqin ukhamarak Cumbre ASEAN Birmania markan ukhamarak aynach inti jalsutuqin Asia-tuqin China-mp Corea-mp Japón markanakamp kuna utjkanixa, ukaw wali aski pachasp marka apnaqirinak sumar aruskipas puriñapxataki. | তারা চরমমাত্রায় জাপান বিরোধী নন। ঘটনা হলো জাপান বিরোধী প্রতিবাদ সমাবেশ পত্রিকার পাতায় স্থান করে নেয়। |
43 | Aparna Ray ukhamarak L. | যদিও এটা কোনো সাধারণ ঘটনা নয়। |
44 | | তাছাড়া এর মানে এ-ও না, প্রত্যেকে জাপান বিরোধী। |
45 | Finch yanapäwinakapamp qilqata | ভাইসব, শান্ত হোন। |
46 | | আসছে নভেম্বরে বেইজিং-এ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার(এপেক) সম্মেলন এবং মিয়ানমারে জাপান, চিন, কোরিয়া-সহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে এশিয়ান সামিট অনুষ্ঠিত হবে। |
47 | | এ সম্মেলনে এইসব দেশের সরকাররা আলোচনার মাধ্যমে তাদের সম্পর্কে আরো সহজ করে নিতে পারেন। |
48 | | পোস্টটি লিখতে অপর্না রায় এবং লরেন ফিঞ্চ সহযোগিতা করেছেন। |