Sentence alignment for gv-aym-20131220-6274.xml (html) - gv-ben-20131224-40833.xml (html)

#aymben
1Uruguayax “santuario de ballenas ukat delfines” ukjaman uñjasiউরুগুয়েতে “তিমি এবং ডলফিনের জন্য নিরাপদ আশ্রয়” গড়ে উঠলো
2jamuqax @PaipoUruguay en Twitter ukan mayacht'asini.@পাইপোউরুগুয়ে টুইটারে ছবিটি শেয়ার করেছেন।
3Uruguaya markanx sata phaxsinx 19.128 uka kamach taqi quta iramankir uruguayankirinakataki “Santuario de ballenas y delfines” ukjam sat utt'ayäna.[এই পোস্টের সব লিংক স্প্যানিশ ভাষায়] সেপ্টেম্বর মাসে উরুগুয়ে ১৯.
4Kamachix lamar quta jak'ankirinakatak ukat economia uruguaya ukanakatakkikiwa, wallinanak tilfinanak jiwayaña, arknaqaña, katuña ukanakax jark't'atäxiwa, janiw kuna lurawinakas utjañapakiti sasa.১২৮ আইন গ্রহণ করেছে। আর এই আইনের ফলে দেশটির জলসীমা “তিমি এবং ডলফিনের জন্য নিরাপদ আশ্রয়স্থল” হয়েছে।
5এই আইন শুধু সমুদ্রসীমার জন্যই নয়, উরুগুয়ের অর্থনৈতিক জোনের জন্যও প্রযোজ্য হবে।
6Ukatsa, jakaskir ballenanak delfinanak apnaqañanakax markasatakis anqäxa markatakis jark't'atäxiwa.এখানেও তিমি কিংবা ডলফিন শিকার, অনুসন্ধান কিংবা ধরা কোনোটাই করা যাবে না।
7Kamachix khitinakatix jan phuqhapkan ukanakatakix taripatani.সব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
8Ukat khitinakatix q'umachirjam uñjirip jupanakax qutar mantañatakix marka irpirinakat mayisipxañapa.এই আইনের মাধ্যমে জ্যান্ত তিমি এবং ডলফিন পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।
9Kipkarakiw kamachix utjani, khitinakat arknaqapxan usuchjapxan ukjamat jiwayapxas ukanakatakix kamachirjamaw uñjatani.তা উরুগুয়ের কিংবা বিদেশী পতাকাবাহী যে ধরনের জাহাজেই হোক না কেন।
10Kamachix mayacht'asisin Poder legislativo ukan utt'ayasi, ukat 13 uru sata phaxsinw José Mujica irpirix kamachx taqinir qhanstayxi.যারা এই আইন মেনে চলবে না, তাদের জরিমানার বিধান রাখা হয়েছে। বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা কাজের জন্য এই আইনের বিধান শিথিল করা হয়েছে।
1119.128 kamachix politicas conservacionistas utjki ukanak juk'amp ch'amañchani, Ministerio de Ganadería Agricultura y Pesca (MGAP) ukat la Dirección Nacional de Recursos Acuáticos (DINARA) ukanakan irpxaruta.তবে সেটা যথাযথ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করতে হবে। হয়রানি, আক্রান্ত এবং আক্রমণের ফলে তিমি কিংবা ডলফিন মারা গেলে এই আইনে ব্যবস্থা নেয়া যাবে।
12DINARAn irpiripaxa: Daniel Gilardoni, Presidencian arsunwa: “jiwas markasatakix umanjam sarnaqañaw yanqhachawixa, jilpachax embarcaciones ukanakamp tupthaptasaw usuchjat jiwapxi sasa”.সংসদে সবাই আইনটি অনুমোদন দেন এবং সেপ্টেস্বরের ১৩ তারিখে রাষ্ট্রপতি জোসে মুজিকা অধ্যাদেশের মাধ্যমে এটিকে আইনে পরিণত করেন।
13নতুন এই আইনের ফলে উরুগুয়ের জাতীয় জলজ সম্পদ পরিদপ্তর এবং পশুসম্পদ, মত্স্য এবং কৃষি মন্ত্রণালয়ের পুরোনো সংরক্ষণ নীতি আরো শক্তিশালী হলো।
14জাতীয় জলজ সম্পদ পরিদপ্তর পরিচালক ড্যানিয়েল গিলার্ডনি সরকারের প্রকাশনা প্রেসিডেন্সিয়ায় ঘোষণা দিয়েছেন, “আমাদের দেশে সবচে' বড়ো হুমকি হলো সমুদ্র কুলে তিমি এবং ডলফিনের সাথে জাহাজের মধ্যেকার সংঘর্ষ”।
15Santuario de ballenas y delfines ukjam utt'ayatatx “Uruguay santuario de ballenas y delfines: Dejad que los cetáceos vengan a mí” uruguaya umanakax mä qullqinchaw markar utjayani, ukjam sasaw qilqantata “Uruguay santuario de ballenas y delfines: Jaytxama, wallinanakax jutappan nayaru” Uruguayana sutincht'ata blog Ballenas.উরুগুয়ের জলজ এলাকায় তিমি এবং ডলফিনের নিরাপদ আশ্রয়স্থল করার ফলে উরুগুয়ে অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে উরুগুয়ের তিমি ব্লগে মন্তব্য করা হয়েছে। ব্লগের লেখাটির শিরোনাম হলো:“তিমি এবং ডলফিনের জন্য নিরাপদ আশ্রয়স্থল উরুগুয়ে: তিমি এবং ডলফিনদের আমার কাছে আসতে দিন”।
16Ukjam kamchi utt'ayasipanx waljaninakaw kunaynan amuyt'awinakx arsupxi.এই আইন পাসের ফলে নেটিজেনরা খুশি হয়েছেন। তারা আইনটির স্বপক্ষে মন্তব্য করেছেন।
17Ukatx Redes sociales ukanakanx walt'atanw uñacht'awinakax Uruguay ukan “Santuario de ballenas y delfines” ukjam tukutapata.সোশ্যাল মিডিয়ায় অনেকেই “তিমি এবং ডলফিনের নিরাপদ আশ্রয়স্থল” গড়ে উরুগুয়ে নতুন স্ট্যাটাস পেয়েছে বলে জানিয়েছেন।
18Jana (@Piper_uy) jupax maymarax Twitter ukat ch'amanchan kamachi utjañpataki:গত বছর টুইটার ব্যবহারকারী জানা (@Piper_uy) এই বিল পাসের স্বপক্ষে জনমত গড়তে টুইট করেছিলেন:
19Haz clic para apoyar la creación de un santuario de ballenas en Uruguay http://t.co/N7x1uVMNউরুগুয়েতে তিমিদের নিরাপদ আশ্রয় গড়ার প্রতি সমর্থন জানাতে ক্লিক করুন।
20- Jana (@Piper_uy) agosto 14, 2012 Maysatxa, Palacio Legislativo uksanx sata qallta phaxsin 2012 maranx walja jisk'a yatiqirinakaw tantacht'asipxäna, ukatax yatisiw aka Lourdes Vitabar (@louvitabar) ukana:সাংবাদিক লাউডেস ভিটাবার (@louvitabar) জানিয়েছেন, গত বছর অক্টোবর মাসে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আইন পরিষদের সামনে জড়ো হয়েছিলেন:
21A las 9 escolares d Maldonado y Rocha (apadrinados x Paez Vilaró) van a Pcio Leg. para promover proyecto ley santuario ballenas @ballenasuyসকাল ৯টায় মালডোনাডো এবং রোচা থেকে স্কুলের শিক্ষার্থীরা আইন পরিষদের সামনে এসে জড়ো হয়েছিল তিমির নিরাপদ আশ্রয় বিলের পক্ষে প্রচারণা চালাতে।
22- Lourdes Vitabar (@louvitabar) octubre 3, 2012 Partido Nacional por Rivera, ukankiri Gerardo Amarilla (@GerardoAmarilla) jupax 12 uru achuqa phaxsinw aka kamachi askinjam utt'ayasiñapatakix arsxäna:রিভেরা বিভাগের ন্যাশনাল পার্টির প্রতিনিধি জেরার্ডো আমারিলা(@GerardoAmarilla) এই বছরের মার্চে বিল পাস হওয়ার ব্যাপারে আশাবাদের কথা জানান:
23El Santuario de Ballenas y Delfines quedó aprobado hoy en la Cámara de Diputados y pasará al Senado donde podría convertirse en ley.আজকে হাইজ অব রিপ্রেজেন্টেটিভে তিমি এবং ডলফিনের নিরাপদ আশ্রয় আইন পাস হয়েছে।
24- Gerardo Amarilla (@GerardoAmarilla) marzo 12, 2013সিনেটে পাস হওয়ার পর এটি আইনে পরিণত হবে।
25Ukjarusti, Animales Sin Hogar (@ASHcomUY) jupanakax sata phaxsin kamachi utt'ayasitap ist'asax kusisipxanwa, ukats Colonia uksan má wallina ijwatapatx jachapxanwa:অ্যানিমেলস উইথআউট হোম (@ASHcomUY) সেপ্টেম্বরে আইনটি পাস হওয়ার খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন।
26Por un lado festejamos la excelente noticia de la creación de un santuario para ballenas y delfines en nuestras… http://t.co/DTtyd0hXVQএকই সময়ে কলোনিয়া জেলায় তিমি মারা যাওয়ার খবর শুনে দু:খ প্রকাশ করেন: তিমি এবং ডলফিনের জন্য নিরাপদ আশ্রয় গড়ার চমত্কার খবর শুনে আমরা উচ্ছ্বাস করলাম… http://t.co/DTtyd0hXVQ
27- Animales sin Hogar (@ASHcomUY) septiembre 4, 2013 Juk'amp ecosistema marino uruguayo uk uñjatañapatakix Organización para la Conservación de Cetáceos (OCC)ukan Facebook ukat Twitter.উরুগুয়ের সামুদ্রিক ইকোসিস্টেম সম্পর্কে আরো আলোচনা জানতে অর্গানাইজেশন ফর ক্যাটাশিয়ান (ওওসি) এর ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট ফলো করতে পারেন।