# | aym | ben |
---|
1 | Venezuela: Videos Web satax Markachirinakaruw Chhijllañatak Ch’amanchi | ভেনেজুয়েলা: ওয়েব ভিডিও নাগরিকদের ভোট দেবার জন্য উৎসাহিত করছে |
2 | Venezulanunakax jichhüru 26 urun sata qalltan chhijllapxi, Asamblea Nacionalar machaqat tukuyañataki, (legislativo monocamara) astas nayra Congreso ukaruw lantinchi, red ukansti walja jaqinakaw videonak ch'arqthapisipkatäna, markachirinakar chhijllañ jark'añataki. | ২৬ সেপ্টম্বর ২০১০, তারিখে ভেনেজুয়েলা জাতীয় পরিষদ নির্বাচনের জন্য ভোট প্রদান করেছে। এক কক্ষবিশিষ্ট আইন পরিষদ মূলত কংগ্রেসের বিকল্প হবে এবং অনলাইনে ডজন ডজন জনতা নাগরিকদের ভোট প্রদান করার আহ্বান জানানোর জন্য নানা ভিডিও তৈরি করেছে এবং একই কাজের জন্য তারা পুরোনো ভিডিওকে আবার নতুন করে সাজিয়ে তৈরি করছে (রিমিক্স করেছে)। |
3 | Electoral taypinkir jilankax walja videonkanipxiwa, ukanx kunayman lurawinak uñacht'ayi, ukanakax musicalaes sataruw tukxi, chhijllawin askipatak mä thakjam jan walt'awimp kipkt'ayañ amtañatki, kunayman arsuwi, qulqita, ukatx manq'at pisiqtawi. | লোস হেরমানস ইলেকট্রোডাস বা নির্বাচনী ভ্রাতৃত্ব, চারটি ভিডিওর এক ধারাবাহিক (সিরিজ) তৈরি করেছে, যেগুলো দেশটির বিভিন্ন পরিস্থিতি তুলে ধরেছে, এগুলোকে গানে রুপান্তরিত করে ভোটের গুরুত্ব সম্বন্ধে বলা হচ্ছে, যা কিনা সংঘর্ষ, মত প্রকাশের স্বাধীনতা, অর্থনীতি এবং খাদ্য ঘাটতির মত বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য ভোট প্রদানের আহ্বান জানাচ্ছে। |
4 | Qhipïr videopax (inseguridad) ukat uñt'ayi yanqhachäwinakat qhipa urunakanx venesulanunakaruw jan walt'ayi, ukatx mä raggaeton satampiw ch'arqthapi, ukatx sexy thuqhurinakax mä amt'ayaw apayapxi, aski luräwinak utjañapatakix chhijllañawa | তাদের সাম্প্রতিকতম ভিডিও নিরাপত্তাহীনতা, খুনখারাবি এবং অপহরণের মত ঘটনাকে বিষয় বানিয়েছে, যা সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় প্রভাব তৈরি করছে এবং এটিকে জনপ্রিয় রেগ্গি সুরে এবং আকর্ষণীয় নাচিয়ে বালিকাদের নাচের মাধ্যমে পুনরায় মিশ্রিত করা তৈরি করা হয়েছে, যেটি এই বার্তা প্রদান করছে যে পরিস্থিতি উন্নত করার জন্য আপনার ভোট প্রদান করা দরকার: |
5 | Quetelleva 2010 videox juk'amp ch'amak pachpa t'aqat mä uñtaw amti: (inseguridad). | কিউটালেভা২০১০ (এখানে যা আছে তা স্প্যানিশ ভাষায়) নামক ভিডিও নিরাপত্তাহীনতার মত একই বিষয়ের অন্ধকার দিক তুলে ধরেছে। |
6 | | অপহরণের শিকার এক ব্যক্তিকে সারারাত ধরে নির্যাতন করা হয়, তার ব্যাংকে রাখা সকল টাকা নিয়ে নেওয়ার জন্য। |
7 | | এর জন্য তাকে সারা শহর ঘোরানো হয় এবং শেষে তাকে একটি ভোট কেন্দ্রের সামনে ফেলে রেখে যাওয়া হয়: ভিডিওতে দর্শকদের প্রশ্ন করা হয়, যদি নিরাপত্তাহীনতার মত বিষয়ও আপনাকে ভোট দেওয়াতে না পারে, তাহলে আর কোন ঘটনা আপনাকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে? |
8 | Mayni jan walt'ayatax yanqhachatawa, arum paqaraw jach'a markanjam irpata cuenta bancariap ch'usachañ amtamp yanqhachatawa. | ভোটো জোভেনের একটি ভিন্নধর্মী প্রচারণা রয়েছে, এটি উৎসাহ প্রদান করছে, সরকার বা বিরোধী যে পক্ষেই আপনার অবস্থান হোক না কেন, ভোট প্রদান করা প্রয়োজনীয় একটি বিষয়। |
9 | Qhipïr video, jan walt'ayatar chhijllañ taypin jaytjasinsti. ¿Kunas irptmxa? | কাজেই তারা ২৬ তারিখে ভোট দেবার জন্য ২৬টি যুক্তি প্রদান করেছে: |
10 | Wayna chhijllawix mä amyja campañaniwa irpir fawurasa jan ukax contrasa askiti chhijllañaxa; ukjamax 26 rasunanak chhijllir sarañatak churiti? | পরবর্তী ভিডিও ভেনেজুয়েলা বাসীদের বিবেচনা করতে বলেছে যেন তারা ভোট দেয় অথবা তারা তাদের ভোট আবর্জনার বাক্সে ফেলে দেয়। |
11 | Maynïr videox venezulananakruw chhijllaskapt sas mayt'i, jan ukax chhijllaw t'una jaqtañaruch “jaqtaskapta” sawkasis arunakamp apnaqasa: | তারা এ ক্ষেত্রে স্প্যানিশ ভাষার শব্দ ভোটার এবং বোটার নিয়ে খেলা করেছে। স্প্যানিশ ভাষায় “ভোটার” মানে ভোট দেওয়া এবং “বোটার” মানে ছুড়ে ফেলে দেওয়া: |
12 | Yaqha vidiyunakax mä tama candidatunakaruw yanapt'i, Venezuelan chhijllañatak amtampi p'iqinchatawa, yaqha video alternativa democrática fawurawa; chhijllirinakruw Cuban venezuelar chillqtapat jithiqtañap mayi: Janiw chiqpacha videonakak uñt'aykiti. | অন্য এক ভিডিও শিরোনাম ভেনেজুয়েলায় ভোট প্রদান করার কারণ (রিজন টু ভোট ইন ভেনেজুয়েলা) বিশেষ একদল প্রার্থীকে সমর্থন করছে, যেমন পরবর্তী ভিডিওটি দি ডেমোক্রাটিক অলটারনেটিভ এর সমর্থনকে তৈরি করা, যেটি ভোটারদের আহ্বান জানাচ্ছে, ভেনেজুয়েলা যেন কিউবার পদক্ষেপ অনুসরণ না করে: |
13 | Charqthapitanakax utjarakiwa, akjama mä campaña de registro de Estados Unidos satat utt'ayata. | কেবল যে মৌলিক ভিডিওতে এসব বিষয় দেখা গেছে তা নয়, তার সাথে পুরোনো বিষয়কে নতুন সাজে তৈরি করা ভিডিও (রিমিক্স ভিডিও) রয়েছে। |
14 | | যেমন এটি যুক্তরাষ্ট্রের ভোট নিবন্ধন প্রচারণা অনুসরণ করে তৈরি করা হয়েছে। |
15 | Siti ist'awix pachpachi, jisk'a p'iqinchatanakax venezulanat chiqa uñt'aychi: ukax jaqinakar registrasir chhijallañatak jawilltkpachax janïr chhijllkasax blog cartelera Electoral amuyt'añ yatiyañaw mayt'ata. | ভিডিওতে কথাগুলো একই রয়েছে, কিন্তু এই কথাগুলোর অনুবাদের শিরোনামে (সাবটাইটেল) ভেনেজুয়েলার বাস্তবতার প্রতিফলন ঘটেছে: ভোটার হবার জন্য দ্রুত নিবন্ধন করার বদলে লোকজন যেন ভোট সম্বন্ধে জ্ঞাত হয়, তার তার জন্য আহ্বান জানাচ্ছে এবং তাদেরকে কার্টেলেরা ইলেকটোরাল ব্লগের দিকে নির্দেশ করছে। |
16 | Aka campañanakax waynanakpura jithiqtayañ pisiqtayañaruw yant'i, red sat yatiyaw nayrïr apnaqirinakpxiwa aka videorjamasti, 2000 maran chhijllawinx 75% waynanakw jan chhijllapkanti. | এই সমস্ত প্রচারণার উদ্দেশ্য হচ্ছে তরুণের অনাগ্রহের বিষয়কে উন্নত করা, যারা অনলাইন প্রচার মাধ্যমের মূল ভোক্তা: এই ভিডিও অনুসারে ২০০০ সালের সংসদ নির্বাচনে প্রায় ৭৫ শতাংশ তরুণ ভোটার ভোট প্রদান করেনি। |
17 | Suyt'atawa, aka marax juk'akiñapa. | আশা করা যায় এ বছর অনুপস্থিতির হার অনেক কমে আসবে। |
18 | Alejandro Andrés Alarcón ukax jisk'a bandera venezolana apnaqi CC Licencia de atribución jupan jaysawipampi. | ভেনেজুয়েলার পতাকার থাম্বনেইল ছবি আলেজান্দ্রো আন্দ্রেস আলারকনের। সিসি এট্রিবিউশন লাইসেন্সে আওতায় তা ব্যবহার করা হয়েছে। |