Sentence alignment for gv-aym-20110306-963.xml (html) - gv-ben-20110127-15134.xml (html)

#aymben
1Egipto: Unxtasiwinäka 25ni Chinuqa Phaxsit Jamuqanakxataমিশর: ছবিতে ২৫ জানুয়ারির বিক্ষোভ
2Aka post qilqatax coberturasan Egipton 2011ni maran arsusiwinakxatawa.এই পোস্টটি মিশরের প্রতিবাদ বিক্ষোভ-২০১১ এর উপর করা আমাদের বিশেষ প্রতিবেদন-এর অংশ।
3একটি ছবি হাজার টুইটের চেয়ে বেশি কথা বলে, বিশেষ করে যখন মিশরে আজকের চলমান বিক্ষোভের প্রদর্শনের তথ্য যাতে প্রকাশ না হয় তার জন্য টুইটার বন্ধ করে রাখা হয় ।
4Unxtasiwinäka 25 de enero jamuqanakana.আজ মিশরে সেই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
5মিশরীয় ব্লগার জেইনোবিয়া নামক ভদ্রমহিলা সিদ্ধান্ত নিয়েছিলেন যে, এই দিনে তিনি তার ক্যামেরা নিয়ে বের হয়ে পড়বেন এবং রাস্তায় গিয়ে কিছু ছবি তুলবেন এবং সেগুলো তার ফ্লিকার একাউন্টে উঠিয়ে দেবেন:
6Mä jamuqax waranq tweets ukharüwa, kunapachatix aka Egipto markanx Twitter jark'antawapxi ukhax jan kuna unxtasiwinakat yatiyañatakiwa.এই ছবিটি তুলেছে জেইনোবিয়া, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে তা ব্যবহার করা হয়েছে। আজ মিশরের জাতীয় ছুটির দিন।
7La blogger egipcia, Zeinobia, kullakax jamuqanak waraqt'iriw mist'awatayna, ukhamat cuenta de Flickr uka tuqir apkatt'añatäki, akaskiw yaqhip jamuqapanakaxa.রাস্তাঘাট ফাঁকা। তারপরেও নিরাপত্তা পুলিশ বিক্ষোভকারীদের স্রোত নিয়ন্ত্রণে নিজস্ব পরিকল্পনা গ্রহণ করেছে।
8বিশেষ করে তারা বিক্ষোভকারীদের স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করার সুবিধা লাভ করে, যখন কায়রোর নিত্য দিনের চেনা ট্র্যাফিক জ্যামের দৃশ্য এদিন দেখা যায়নি ।
9Foto tomada por Zeinobia, bajo licencia creative commons. Jichhürux Egiptunx samart'awïwa.এই ছবিটি জেইনোবিয়ার তোলা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে তা ব্যবহার করা হয়েছে।
10Jisk'a thakinakas ch'usakinwa, ukhamakipanx seguridadankirinakax pustuqiw kuna unxtasiw jart'añatakis suyapxäna. Ukampirus kunjamätix yatitaki palla pallanakax janiw unxtasiw jark'aqañatakix ukankapkanti.রাশাদ নিউ নেটওয়ার্ক কায়রোর কেন্দ্র স্থলের তাহরির স্কোয়ারের বিক্ষোভকারীদের এক বিস্ময়কর ছবি তাদের ফেসবুকের পাতায় প্রকাশ করেছে।
11Rassd New Network ukax muspkay unxtaw jamuqanak aka Tahrir Square Cairo ukan apst'at Facebook ukatuqiruw apkatawatayna. Post Washington ukar mantan uñjañataki.(বিশেষ সংবাদ: এই ছবিটি দৃশ্যত গেটি ইমেজ নামে কপিরাইট করা, বিষয়টি দেখার জন্য ওয়াশিংটন পোস্ট-এ প্রবেশ করুন)
12সন্ধ্যায়, এল-তাহরির স্কোয়ারের সামনে বিক্ষোভকারীদের সংখ্যা সত্যিকার অর্থে বিশাল এক জনতায় পরিণত হয়।
13Jayp'utuqirux El-Tahrir Square ukatuqinx waranq waranq unxtasirinakaw uñjasiwana, Midan El-Tahrir o El-Tahrir Square (Plaza El-Tahrir) uka tuqinx waranq waranq jaqinakaw unxtasipxäna, kunjamakitix achuqa phaxsit pä waranq kinsan maranx uñjatänxa, waranq waranq jaqinakaw thakhituqinakar unxtasir mistsuwapxäna, kunalaykutix jupanakax janiw chaxwaw Irak markamp munapkanti.বর্তমানে মাইদান এল-তাহরির বা তাহরির চত্বর অজস্র প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এর মধ্যে অন্যতম মার্চ ২০০৩ সালের প্রতিবাদের, যখন জনতা ইরাক যুদ্ধের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ প্রদর্শনের জন্য নেমে আসে।
14বিকেল বেলা মিশর থেকে টুইটারে সংবাদ প্রদান বন্ধ করে দেওয়া হয়।
15Jayp'utuqirux Twitter jark'antawapxänxa. juk'amp nayraqataw mä qawqa jaqinakax jamuqanak (fotografías) aka twitpic ukar apkatawapxatäna.তবে এর আগে, কয়েকজন ব্যক্তি টুইটপিক ব্যবহার করে টুইটারে কিছু ছবি উঠিয়ে দিতে সক্ষম হয়। @ মা_না৭এজ নীচের ছবিটি তার টুইটপিক একাউন্টে উঠিয়ে দিতে সক্ষম হয়।
16@M_Na7as jamuqanak twitpic ukaruw apkatawatäna, El-Mahalla. ukan kunjamas unxtasirinakax fuerzas de seguridadankirinakarux atipjapxänxa.এই ছবিতে দেখা যাচ্ছে এল মাহাল্লা শহরে বিক্ষোভকারীদের সংখ্যা নিরাপত্তা বাহিনীকে ছাড়িয়ে গেছে।
17Foto tomada por @M_Na7asছবিটি তুলেছে @এম_না৭এজ।
18Egipto anqatuq markanx jaqinakax unxtasirinakaruw jisk'a cámaranakamp waraqt'apxäna.এছাড়াও মিশরের বাইরে, লোকজন তাদের ক্যামেরা দিয়ে বিক্ষোভের ছবি ধারণ করেছে।
19@MafazAlSuwaidan ukax jamuq taqin uñjt'apxañapatak aka unxtasiwinak apaskanxa jamuq taqin Toronto Canadá uskatt'awäna.@মাফাআলসুওইয়াদান নীচের বিক্ষোভের ছবিটি আমাদের প্রদর্শন করছে, যা কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হয়েছে।
20Foto tomada por @MafazAlSuwaidanছবি তুলেছেন @মাফাজ
21অন্যসব ছবির মত গুরুত্বপূর্ণ সর্বশেষ ছবি, @দিঅনলিওয়্যারম্যান-এর তুলে দেওয়া এই ছবিতে দেখা যাচ্ছে মাডি নামক অঞ্চলের শান্ত রাস্তায় সেনা ভর্তি ট্রাক।
22Qhipqhiparux, janiw sint askikiti, @TheOnly Warman ukax jamup uñacht'ayaraki, jach'a k'añaskur walja pallapallanakan phuqhantat aka Maadi markan apst'at uñacht'ayana, yaqhipa jach'a k'añaskunakax Cairo jisk'a thakhinakanx aliqak puriskir unjt'atänwa, ukhama fuerzas locales jupanakar yanapt'añaaki.কায়রোর রাস্তায় কিছু ট্রাক ভর্তি সেনাকে টহল দিতে দেখা গেছে, ঘটনা হচ্ছে তারা ততটা উদ্বিগ্ন নয় এমন এক স্থানীয় প্রশাসনকে সাহায্য করার প্রস্তাব প্রদান করে। এবং @আলাসমারি রাস্তার এক বিলবোর্ডে মিশরীয় রাষ্ট্রপতির ছেঁড়া এক ছবির দৃশ্য আমাদের সামনে তুলে ধরছেন।
23Ukhamarakiw @alasmariLayal Al Khatib Mirelle Raad Mirelle Raad jupanakax mä machaq makin lurt'awapxäna, kunalaykutix unxtasiwtuqit jamuqanak mä chiqar apthapiñataki , ukhamat aka amtawimp Layal tuiteó: puqt'añataki.এদিকে লায়লা আল খাতিব এবং মিরেলে রাদ এক নতুন ফটো এগ্রিগেটর (ফটো ফিড বা উক্ত বিষয়ে বিভিন্ন সংবাদ এখানে এসে জমা হবে) তৈরি করেছে। যাতে একই জায়গায় নেট নাগরিকদের ছবি গুলো সংগ্রহ এবং প্রদর্শন করা যায়।
24Tukxatayjasasti, Layal ukax mä tuiteóukawa luratayna:এই প্রকল্প শেষ হবার পর লায়লা টুইট করেছে:
25Wali khusaw @migheille ukam irnaqañaxa, kunalaykutix #jan25.@মিঘেইলির সাথে #২৫জানুয়ারির ঘটনাবলি নিয়ে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুন।
26Ukampixa , twitter ukanx jamuqanakax apkatt'atanxa, jichhax http://abaadblogs.com/imagefeed/ ukankiwa.টুইটারের মাধ্যমে যে সমস্ত ছবি প্রকাশ করা হয়েছে, সেগুলো এখানে রয়েছে>http://abaadblogs.com/imagefeed/
27Mireille uñt'ayiwa:এবং মিরেইলি এর সাথে যোগ করেছে:
28আসুন বিশ্বকে দেখাই, এখন পর্যন্ত #জানুয়ারি২৫-এর মাধ্যমে ৪২৩ টি ছবি পাওয়া গেছে।
29Mireille jamuqanak aka jakawpachan uñacht'añatakiw apkatawatäna, jichhapachanx 423 ukja jamuqanakarakiw aka Egipto unxtasiwtuqitx aka #jan25 utxatäna, aka http://goo.gl/diwO8 ukatuqinx walja jaqinakaw jamuqanak uñjt'apxaraki.যেগুলো http://goo.gl/diwO8 নামক ওয়েব সাইটে প্রদর্শিত হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত জনতার তোলা সরাসরি ছবি যা টুইটারে প্রদান করা হয়েছে, দয়া করে তা অন্যদের প্রদর্শন করুন।
30Email
31Aka post qilqatax Egipton 2011ni maran arsusiwinakxatawa.লিখেছেনTarek Amr অনুবাদ করেছেন বিজয়