# | aym | ben |
---|
1 | Voces de Dignidad – Colombia markan jan walt’äwipan jan jiwir warminaka | |
2 | Voces de Dignidadax “Centro para la justicia de Transición” Centro para la Justicia de Transición (ICTJ), ukan mä multimedia nayrar apawiwa. | |
3 | Uka nayrar apawix Yoladis Zúñigampit Petronila Mendozampit sarnaqawinakapat yatiyi. | মর্যাদার কণ্ঠ – কলম্বিয়ার সশস্ত্র সংঘাতে বেঁচে থাকা নারীরা |
4 | Uka pä warminakax Colombia markan jakasipxirïnawa. Kunawsatix paramilitaranakax uka warminakan chachanakapar jiwayipxi, ukjaxa, uka markat sarxapxatayna. | আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন বিচার কেন্দ্র (আইসিটিজে) এর একটি মাল্টিমিডিয়া প্রকল্প মর্যাদার কণ্ঠ দু'জন কলম্বিয় নারী ইয়োলাদিস জুনিগা এবং পেত্রোলিনা মেন্দোজার কাহিনী বলেছে। |
5 | Amtaxa, 2012 maran lapak phaxsi tukuyxi, ukjaw nayrar apawix yatiyasi. | আধাসামরিক বাহিনী তাদের স্বামীদের হত্যা এবং গ্রাম আক্রমণ করার পরে তারা তাদের বাড়ি থেকে পালিয়ে এসেছেন। |
6 | Ukampirusa, kimsa jamuqamp mä 22n k'atanakat videompi, kunax qhanunan uñjasiki, ukanakamp yanapt'asi. | |
7 | Marta Martínez, irptiri, mä post achikatjam [en] Witness [en] ukan qillqatayna. | প্রকল্পটি ২০১২ সালের নভেম্বরের শেষে অনলাইনে পুরোটা দেখার মতো তিনটি ছবির গ্যালারী এবং একটি ২২ মিনিটের ভিডিও প্রকাশ করেছে। |
8 | Jupax uka qillqawimp generot sumándose a la campaña de ñanqhachaw uñisiñatak 16n uru tamachawirunx [en], akham qhananchi: | মর্যাদার কণ্ঠের প্রযোজক মার্তা মার্টিনেজ লিঙ্গ সহিংসতার বিরুদ্ধে ১৬দিনের এক্টিভিজম প্রচারাভিযানের অংশ হিসেবে উইটনেস (স্বাক্ষী) এর জন্যে একটি অতিথি পোস্ট লিখেছেন। এখানে তিনি ব্যাখ্যা করেছেন: |
9 | Yoladis Zúñigamp Petronila Mendozamp paramilitaranakax iwjatanakapat jisk'a markapan janiw jiwapxkataynati. | |
10 | Uka paramilitaranakax warminakar lulunakampir warmichjasipxatayna. Ukhamaraki, chachanakapar yaqha markachirinakampir jiwayapxatayna. | ইয়োলাদিস জুনিগা এবং পেত্রোলিনা মেন্দোজা তাদের গ্রামে ডানপন্থী আধাসামরিক বাহিনীর একটি আক্রমণ থেকে বেঁচে যায়। |
11 | Ukampirusa, utanakap nakhantayapxatayna. Uka pä warminakax Baranquilla markar wawanakapamp sarxapxatayna. | আক্রমণটিতে নারী ও তরুণীরা ধর্ষিত হয়, ঘরবাড়ি পুড়িয়ে ফেলা হয় এবং তাদের স্বামীসহ অনেকজন্কে হত্যা করা হয়। |
12 | Baranquillax Colombiat Costa Atlántica ukankir markawa. Uka sarxawinakapamp pusi waranq jan walt'awlayk yaqhsatuqir sarayawir yapt'asi. | গৃহযুদ্ধটিতে বাস্তুচ্যুত প্রায় চল্লিশ লক্ষ লোকের অংশ হিসেবে নারী দু'জন তাদের সন্তানদের সঙ্গে নিয়ে কলম্বিয়ার আটলান্টিক উপকূলীয় শহর বারানকুইলাতে পালিয়ে যায়। |
13 | Yoladis Zúñiga. | ইয়োলাদিস জুনিগা। |
14 | Foto de Camilo Aldana para ICTJ, usada con su permiso. | আইসিটিজে'র জন্যে ক্যামিলো আলদানা'র ছবি, অনুমতি নিয়ে ব্যবহৃত। মার্তা এছাড়াও মর্যাদার কণ্ঠের উদ্দীষ্ট বার্তা তুলে ধরেছেন: |
15 | Martax Voces de Dignidadan yatiyawip churañ muni, uk ch'amanchi: | |
16 | Maysatuqit Colombia markan gobiernox Fuerzas Armadas Revolucionarias de Colombia (FARC) jupanakan walt'asiñatak tantachasipxi, yaqhsatuqitsti, yaqhipanakax sostenible wakisiw jiqjatasispa, sasipkäna. | কলম্বিয়া সরকার ফুয়ের্জাস আর্মাডা রেভল্যুশনারিয়াস দে কলম্বিয়া [কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী] (ফার্ক) বামপন্থী গেরিলাদের সঙ্গে নতুন শান্তি আলোচনা শুরু করায় টেকসই শান্তির সম্ভাবনা নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। |
17 | ICTJat yatxatawix jan t'aqawimpi, sarayawimp derechomp victimanakatak utjkasax sostenible wakisiw janiw jiqjataskaspati, sas siwa. | আইসিটিজে'র গবেষণা এবং তুলনামূলক অভিজ্ঞতাতে এটা পরিষ্কার যে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং আক্রান্তদের অধিকার সুনিশ্চিত করা ছাড়া দীর্ঘস্থায়ী শান্তি অর্জন করা সম্ভব হবে না। |
18 | María Camila Morenox Colombia markan ICTJan p'iqinchiriwa. | আইসিটিজে'র কলম্বিয়া দপ্তরের প্রধান মারিয়া ক্যামিলা মোরেনো'র ভাষায়, “আক্রান্তরা শুধু একটি সংখ্যা নয়। |
19 | Jupax akham siwa: “Victimanakax janiw jakhuwinakapkiti. | |
20 | Janchimp ch'akhamp jaqinakawa. | তারা অত্যন্ত মর্যাদা সম্পন্ন রক্ত-মাংসের মানুষ। |
21 | Jupanakax dignidadampirakiwa. Ukampirus compensacionat derechopat Colombia markan kunjams phuqañ qhan yatipxi”. | তাদের ক্ষতিপূরণের অধিকার পূরণের জন্যে কলম্বিয়া যেসব পদক্ষেপ নিতে বাধ্য সে সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা রয়েছে।” |
22 | Petronila Mendoza. | পেত্রোলিনা মেন্দোজা। |
23 | Foto de Camilo Aldana para ICTJ, usada con su permiso. | |
24 | Yoladisamp Petronilampit arsuwinakaplaykut Voces de Dignidadax Colombian jan walt'awin victimanakan jakawinakap uñti. | |
25 | ICTJan kamachix Voces de Dignidadat akham siwa: | আইসিটিজে'র জন্যে ক্যামিলো আলদানা'র ছবি, অনুমতি নিয়ে ব্যবহৃত। |
26 | Yoladisamp Petronilampit nayra sarnaqawinakapat yatiyataxa, Voces de Dignidadax warminakan jan walt'awinx sarnaqawinakapax transición markan janiw aliqapkiti. | ইয়োলাদিস জুনিগা এবং পেত্রোলিনা মেন্দোজার শক্তিশালী সাক্ষ্যের মাধ্যমে মর্যাদার কণ্ঠ সশস্ত্র সংঘাতের শিকারদের জীবনের ভেতরের একটি ঘনিষ্ঠ চিত্র তুলে ধরেছে। আইসিটিজে'র একটি নিবন্ধ মর্যাদার কণ্ঠে যোগ করেছে: |
27 | Jan ukaxa, wila masinakapat jisk'a markanakapat irpirinakjam ch'amanchirinakjam uñachapxi. Janiw victimapxkiti, jan ukast yanapt'irinakapxiwa. | ইয়োলাদিস এবং পেত্রোলিনার কাহিনী বর্ণনা করে মর্যাদার কণ্ঠ রূপান্তরশীল সমাজের পরোক্ষভাবে ক্রিয়াশীল হিসেবে সংঘাতের শিকার নারীদের বাঁধাধরা ছক ভেঙ্গেছে। |
28 | Marta multimedia nayrar apawinx amtawipax akawa: “Colombia markan ukhamarak yaqhsatuqinx victimanakan nayrïr derechonak ch'amanchasiñapawa: chiqanchiritak derecho, uñt'asiñatak ukhamarak kuns yanapt'asipat churata. ” | এর পরিবর্তে এটি তাদেরকে সক্রিয় অংশগ্রহণকারী এবং তাদের নেতৃস্থানীয় হিসেবে প্রতিভাত করেছে; তাদের পরিবার ও সম্প্রদায়ের জন্যে তারা শিকার নয় বীরের সমান। মার্তা বলেছেন যে এই মাল্টিমিডিয়া প্রকল্পের লক্ষ্য হলো “কলম্বিয়া এবং অন্য যে কোন স্থানে আক্রান্তদের মৌলিক অধিকার: সত্য, স্বীকৃতি, এবং প্রতিকারের অধিকার পুনর্নিশ্চিত করা।” |