# | aym | ben |
---|
1 | Kuweit: Antutataxapxañapatakiw Bedún-ax Vela-nak Naktayi | কুয়েতঃ স্বাধীনতার জন্য বেদুইনদের মোমবাতি প্রজ্বলন |
2 | Jilïr ipirinakan jisk'achapxatapat ukat jan kuna ch'usat katurayapxatapat unxtasïwjamaxa, Kuweit-an yurïw uraqipar jan yäqirinakax (Bedoom) utanakapan vela-nak naktayapxäna ukat Twitter-aruw jamuqanak apkatapxarakïna. | রাষ্ট্রের বৈষম্য এবং বাছবিচারহীন গ্রেফতারের ঘটনার প্রতিবাদে, কুয়েতের রাষ্ট্রহীন সম্প্রদায় (বেদুইন)-এর নাগরিকরা তাদের গৃহে মোমবাতি জ্বালানোর এবং টুইটারে সে সবের ছবি পোস্ট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। |
3 | Amuyux 7anthala Al-Bedún bloger-un amuyt'ayatänwa khithiti jilïr irpirinakatakïpachaw qilqatax “ch'axwax saraskakiwa ukat kuntï munap uk jikjatañkamax arsusïwinakax janiw tukuskaniti” sasaw amuyäna. | ৭আন্থালা আল বেদুইন নামে এক ব্লগার এই ধারণা প্রদান করেছেন, যিনি ভেবেছেন এটা কর্তৃপক্ষের কাছে একটা বার্তা হিসেবে পৌঁছবে যে ‘লড়াই' এখনো জারি আছে, এবং তারা তাদের অধিকার অর্জন না করা পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যাবে। |
4 | Qasäw phaxs pusür saraqataruw pacha urux Twitter-an jamuqanakax uñstaräna, ukañkamax hashtag ##شمعة_حرية_وأمل “mä antutäwinpin suyt'äwinpin vela-pawa” sasaw arsusipxarakïna. Akax mä qhawqha jamuqanakaxa: | বুধবার, ৪ এপ্রিল-এ, টুইটার ছবিতে ভরে যায়, কারণ #شمعة_حرية_وأمل নামক হ্যাশ ট্যাগ, আরবী ভাষায় যার মানে হচ্ছে “ স্বাধীনতার এবং আশার জন্য মোমবাতি প্রজ্বলন”,-এর মাধ্যমে নিজেদের মোমবাতি প্রজ্বলনের ছবি সেখানে প্রকাশ করে। |
5 | Picture posted by @m_mubher has a line by Palestinian poet Mahmoud Darwish: We do what the prisoners and the unemployed do; we grow hope. | টুইটারে যে সমস্ত ছবি প্রকাশ করা হয়েছে, তার কয়েকটি এখানে তুলে ধরা হলঃ এই ছবিটি পোস্ট করেছে @ এম_ মুবেহের, যার সাথে ফিলিস্তিনি কবি মাহমুদ দরবেশের কবিতার একটি লাইন যুক্ত করা হয়েছে: বন্দী এবং বেকাররা যা করে, আমরা তাই করছি; আমরা আশাকে বড় করছি। |
6 | Two Bedoon students in Jordan write "Bedoon" (without) using candles (posted by @alenazi90) | জর্দানের দুই বেদুইন ছাত্র আলো (মোমবাতি না ব্যবহার করে) জ্বালিয়ে “বেদুইন” শব্দটি লিখেছে, (ছবি পোস্ট করেছে @এ্যালিনাজি৯০) |
7 | Posted by @mohammedalouda | ছবি পোস্ট করেছে @মোহাম্মদাআলাউদা |
8 | "Group 29", a group of Kuwaiti activists focused on Bedoon rights, took this picture in support (posted by @al29ela) | গ্রুপ২৯; কুয়েতের একদল একটিভিস্ট, যারা বেদুইনদের অধিকারের উপর মনোযোগ প্রদান করে, তারা এই কাজের সমর্থনে এই ছবি তুলেছে। (ছবি পোস্ট করেছে@ ১২৯এলা) |
9 | Three girls holding "Until when will we remain stateless?" | তিনটি বালিকা একটি শ্লোগান ধরে আছে; আর কতদিন আমরা রাষ্ট্রহীন হয়ে থাকব? |
10 | (posted by @7MODQ8) | ; (ছবি পোস্ট করেছে @৭এমওডিকিউ৮) |
11 | Bedoon woman @mayar114 posted this picture saying "Give me my freedom" | এক বেদুইন নারী @মায়ার ১১৪ এই ছবি পোস্ট করেছেন, এবং বলছেন, “আমাকে আমার স্বাধীনতা দাও” |
12 | Jutïr payïr jamuqanakax bloger 7anthala-r apayatänwa: | ব্লগার ৭আনথালাকে নীচের দুটি ছবি পাঠানো হয়েছে: |
13 | Picture of the article concerning equality in Kuwait's constitution, with candles | ছবিতে মোমবাতি সহ প্রবন্ধের যে অংশ তুলে ধরা হয়েছে, তা কুয়েতের সংবিধানের সাম্যের অংশ, |
14 | "Not allowed to travel" with the campaign's hashtag | নীচে সমুদ্র সৈকতে মোমবাতি প্রজ্বলনের একটি ভিডিও। এটি আপলোড করেছে আরজাজি১: |
15 | Akax quta jak'an mä naktayat vela-wa, ukat arzag1-n apkatatarakiwa: | |
16 | Ukjarux mä vela-nakan wiriyupawa ukat Bedún unxtasïwin mä letrero-w naktat celular jak'anki, ukat fal3nze-n apkatt'atarakiwa: | এখানে প্রথমে একটি মোমবাতি প্রজ্বলন ও প্রতীকের ভিডিও রয়েছে, যার নীচে একটি ভিডিও রয়েছে, যেখানে মোবাইলে বেদুইনদের প্রতিবাদের দৃশ্য প্রদর্শিত হচ্ছে। এই ভিডিওটি আপলোড করেছে ফালা৩ঞ্জ: |