Sentence alignment for gv-aym-20130209-5351.xml (html) - gv-ben-20130204-35111.xml (html)

#aymben
1México: Pemex ukan phallatapax sartasïwi ukat maysar amuyt’atanakw utjayiমেক্সিকো: পেমেক্স সদরদপ্তরে বিস্ফোরণের ধাক্কা এবং গুজব
2Jichhakamax tunka pusin jaqinakaw jiwata, ukat kimsaqallq tunka usuchjatanakaw utji, aka jan walt'ayirin phallatapatxa, aka illapa uruna kimsa tunka mayan urunak araqkäna chinuqa phaxsin pä waranq tunka kimsan marana, ukjamat México markan empresa paraestatal Petróleos Mexicanos (Pemex) ukx q'al unxtayanxa. Ukjam sasaw Twitter tuqinx sum yatiyapxäna:৩১শে জানুয়ারি ২০১৩ তারিখ বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে একটি শক্তিশালী বিস্ফোরণ রাষ্ট্রীয়-মালিকানাধীন কোম্পানী মেক্সিকান পেট্রোলিয়ামকে (পেমেক্স) আঘাত করলে কোম্পানীটির দাপ্তরিক টুইটার অ্যাকাউন্ট প্রদত্ত তথ্যমতে এপর্যন্ত কমপক্ষে ১৪ জনের মৃত্যু এবং ৮০ জন আহত হয়েছে:
3@pemex:Llakiskañawa, jichhakamax tunka pusin jaqinakaw jiwata ukat kimsaqallq tunka usuchjatanakaw utji.@পেমেক্স : দুর্ভাগ্যজনকভাবে আমাদের ১৪ জন নিশ্চিতভাবে মৃত্যুবরণ করেছে এবং ৮০ জন আহত হয়েছে।
4Yaqhipa cibernautanakasti, ukhama jan walt'aw utjatatapat chuyms ch'allxtayasipxänawa, kunatix chiqpach utjki uk janiw sum apnaqapkiti sasa.কিছু কিছু নেটনাগরিক সংবাদটিতে দূঃখপ্রকাশ ছাড়াও বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে ধারণা প্রকাশ করেছে।
5Think Mexican (@ThinkMexican)ukjama, ukat jupax Twitterup tuq uñacht'ayana:যেমন থিংক মেক্সিকান (@থিংকমেক্সিকান) তার টুইটার অ্যাকাউন্টে উল্লেখ করেছেন:
6@ThinkMexican [en]: Torre #Pemex ukax qhipa urunakaw phalläna, kunawsatix EPNx jayskan maysar arusirinakar ukja. priwatisañ Mexicon khusu umap thaqhäna http://ow.ly/1RJUGC.@থিংকমেক্সিকান: @ইপিএন (এনরিকে পেইনা নিয়েতো: মেক্সিকোর রাস্ট্রপতি) তার প্রশাসনের মেক্সিকোর জ্বালানী তেলকে বেসরকারীকরণ করতে চাওয়ার গুজবের প্রতিক্রিয়া জানানোর কয়েকদিন পরে তোরে দে #পেমেক্স বিস্ফোরণ ঘটেছে। http://ow.ly/1RJUGC
7Ukatx yatiyiri, qillqiri Raúl Tortoleroxa, akjam sasaw jiskt'asi:অথবা সাংবাদিক এবং লেখক রাউল টর্টলেরো (@রাউলটর্টলেরো১) যেমন জিজ্ঞাসা করেছেন:
8Raúl Tortolero (@raultortolero1) qillqirix, jiskt'asiwa: @raultortolero1:qhanpachax uñjataw kunatix #Pemex jichhürux atkäna ukxa, ukay arusiñanakakicha?@রাউলটর্টলেরো১: আজ #পেমেক্স-এ সালে কী ঘটেছে সেটা কী আমরা স্বচ্ছভাবে জানতে পারবো, নাকি আমরা শুধু বানানো গল্পগুলো শুনবো?
9Ukch'añkamax yaqhipanakax arusipxanw janiw sum uñjatatapakiti sasa, kullaka Ana (@AnaLargaespada) jupjama:এদিকে অন্যান্যদের মধ্যে আনা (@আনালার্গাস্পাদা) সম্ভাব্য অবহেলা সম্পর্কে কথা বলেছেন:
10@AnaLargaespada: #Pemex ukanx paykutiw phallatapax utjatapänxa http://www.eluniversal.com.mx/notas/899965.html … (jamuqatanak uñjama).@আনালার্গাএস্পাদা: #পেমেক্স স্থাপনাতে ইতোমধ্যেই ২টি বিস্ফোরণ ঘটেছে http://www.eluniversal.com.mx/notas/899965.html … (ভিডিও দেখুন).
11Ukax jan wal apnaqat amuyayitu.আমার কাছে এটা অসাবধানতার মতো শোনাচ্ছে
12Ukat yaqhipanakax amuyapxiw juch jaqusa carteles jupanakaru, akham Jorge (@TwytterMx) arst'i:আবার কেউ কেউ এর জন্যে মাদকসম্রাটদের দায়ী করছে, যেমন জর্জ বলেছেন (@টূইটারএমএক্স):
13@TwytterMx: Phalliw #Pemex nayriri oficinanakana, Reynosan phallkän ukakikipa, akanx yanqhachiri narkunakaw #jan walt'ayapxisasa.@টূইটারএমএক্স: #পেমেক্স সদরদপ্তরের বিস্ফোরণ #রেইনোসা'র মাদক বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো ঘটনা! #আতেন্দান্তো (আক্রমণ)
14Alejando Escalona (@alexoescalona), columnista de Huff Post Voices, ukanx tukuyiw akjam sasa:হাফ পোস্ট ভয়েসেসের কলাম লেখক আলেহান্দো এস্কালোনা (@আলেক্সোএস্কালোনা) উপসংহার টেনেছেন:
15@alexoescalona: Wakisispaw jan mayjt'ayas apnaqañ yatiyïwinaka aka Pemexan #PEMEX jan walt'äwix utjkan ukatuqitxa, ukjamats janirakiw janiw yatitakit sas jiskaraksnasa.@আলেক্সোএস্কালোনা : আমি মনে করি পেমেক্স-এ যা ঘটেছে তা একটা আক্রমণ হয়ে থাকলে এটা নিয়ে কোন অনুমান না করাই ভাল। তবে আমাদের একে একটি দুর্ঘটনা ভেবে নেওয়াটাও উচিৎ নয়।
16Maysatxa, yañqhachañ arunakaw utjana, ukat waljaniw mäk thuqhtasipxäna, cine irpiri kulumnista Mariano Bouchot (@marianobouchot),jilatax ukxat ukjam sawkasiñanaks utjipanx kutiyanwa:#পেমেক্স এদিকে আবার অনেকে বিস্বাদ মন্তব্যের মাধ্যমেও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যেমন চলচ্চিত্র নির্মাতা এবং কলাম লেখক মারিয়ানো বৌচট (@মারিয়ানোবৌচট) বিষয়টি নিয়ে কৌতুক না করার পক্ষে:
17@marianobouchot: Janiw amuyktti, janirakiw arxatksa, jan walt'añxat sawkasipx ukjatxa.@মারিয়ানোবৌচট: আমি এই বিয়োগান্তক ঘটনা নিয়ে কোন কৌতুক বুঝি না বা ঠিকও মনে করি না।
18Kunatix jichhürux Pemexan #Pemex atki ukax janiw sawkakiti sasa.আজ #পেমেক্স-এ যা ঘটেছে তা কোন পরিহাস নয়।
19Ukat waljt'at cibernautanakaw qhanstayas yatiyapxäna.অনেক নেটনাগরিক আবার দরকারী তথ্য পাঠিয়েছেন।
20Uñañcht'a, Fherb (@LFernando24) sat jilatax tuiteanwa:যেমন এফহার্ব (@এলফের্ণান্দো২৪) টুইট করেছেন:
21@LFernandoo24:Yanapt'asipxañäni: wila churir munapch ukhax Pemex Central Norte Azcapotzalco #Pemex uka qullañ utanw jikjatapxasma…@এলফের্ণান্দো: দয়া করে সাহায্য করুন: পেমেক্স-এর আজকাপোৎজাকাস্থ নর্থ সেন্ট্রাল হাসপাতালে রক্তের দাতাদের প্রয়োজন… #পেমেক্স
22Ukat Maru (@889Maru)Iniestrax mä qillqatw usuchjatanakat yatiyas yanapt'asi:এবং মারু ইনিয়েস্ত্রা (@৮৮৯মারু) আহতদের উপর প্রতিবেদনের একটি লিংক ভাগাভাগি করেছেন:
23@889Maru: Yaqhankar yatiyapxama #Pemexhttp://www.presidencia.gob.mx/informacion-de-contingencia-de-pemex/ … Más información en @locatel_mx #LocatelInforma@৮৮৯মারু: সংবাদ ছড়িয়ে দিন… আহতদের সম্পর্কে প্রাথমিক প্রতিবেদন #পেমেক্স http://www.presidencia.gob.mx/informacion-de-contingencia-de-pemex/ … আরো তথ্য রয়েছে @লোকেটl_এমএক্স #লোকেটlইনফর্মা'তে (সনাক্ত l অবগত) ৫৬৫৮১১১
24Ukch'añkamax walja cibernautanakaw qhithinakantix jiwawayapx ukan wilamasinakapar chuymacht'as yanapt'asiwayapxi, yatxatiri economista bloguero Guillermo Barba (@memobarba) jupjama:অর্থনীতিবিদ এবং ব্লগার গুইলের্মো বার্বা'র (@মেমোবার্বা) মতো নেটনাগরিকদের একটা বিরাট অংশ জীবন হারানো পরিবারগুলোকে সমবেদনা জ্ঞাপন করেছে:
25Ukjamansa,@memobarba: kunatix Torre de Penexan phallawayk ukax mä jach'a chhijiwa. ukat nayax usuchjatanakana,jiwatanakana wilamasinakaparux chuymañcht'a.@মেমোবার্বা: নিঃসন্দেহে #পেমেক্স টাওয়ারের এই বিস্ফোরণটি একটি বিয়োগান্তক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্যে আমার সমবেদনা।
26(Jana) página web de Pemexanx mä ch'iyar jachir chimpuw uñacht'ayat uñsti.শোকের চিহ্ন হিসেবে পেমেক্স ওয়েব পৃষ্ঠা ইতোমধ্যে একটি কালো ফিতা ধারণ করেছে।
27Vista aérea de la explosión en la Torre de Pemex, en la Ciudad de México.আকাশ থেকে নেওয়া মেক্সিকো সিটির পেমেক্স টাওয়ারে বিস্ফোরণের দৃশ্য। টুইটারে ছবিটি ভাগাভাগি করেছে @মেক্সববি
28Foto compartida en Twitter por @mexbobyএই পোস্টটি প্রকাশিত হওয়ার সময়েও সংবাদটি আরো ছড়িয়ে পরছিল।