# | aym | ben |
---|
1 | | প্রচার মাধ্যমে বিদেশী খবরের উদ্ধৃতি দেয়া নিষিদ্ধ করল চীন |
2 | China-x Anqaxankir Yatiyirinakar Jawillt’asaw “Medios de Comunicación” ukanakar Tuwi China yatiyirinakan p'iqt'iripax anqaxankirinakampitak akankir yatiyirinakampitakix mä kamachiw utjan sasaw arsuwayi. | খবর প্রচার কেন্দ্র এবং অন্যান্য সংস্থাকে অনুমতি ছাড়া বিদেশী প্রচার মাধ্যমে প্রকাশিত খবর নিয়ে রিপোর্ট করা বন্ধ করতে চীনের প্রচার মাধ্যম কর্তৃপক্ষ নতুন নিয়মনীতি ঘোষণা করেছে। |
3 | 2013 maran qasaw phaxsin 16 ur saraqataruw Prinsas Puwlikasyunas Rayrus Sinis ukat Tiliwisyunas apnaqirix mä yatiyäwin istrikt kuntrulanak uñicht'äwayi, janïr mä ur mäkiptkipan “The New York Times” ukax piryurik yatiyäwit primyu Pulitzer apsutayna sasaw yatiyäna. | প্রেস, পাবলিকেশন, রেডিও, চলচ্চিত্র এবং টেলিভিশন নিয়ন্ত্রণকারী উর্ধ্বতন প্রশাসন গত ১৬ এপ্রিল, ২০১৩ তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে আরো কঠোর নিয়ন্ত্রণ আরোপের কথা প্রকাশ করেছে। |
4 | Uka uktuwr 2012 yatiyäwir kutt'ayasaxa, Chino jilïr irpirix New York Times ukaruw jark'antäna. | দ্যা নিউইয়র্ক টাইমস যেদিন ঘোষণা করেছে যে তাঁরা পুলিৎজার পুরস্কার জিতেছে, ঠিক তাঁর এক দিনেরও কম সময়ের মধ্যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। |
5 | Ukjamarus Chino yatiyirinakar jawillt'asaxa, kamachinakax urkanisasyunakampir Internnet apnaqirinakampiruw jan walt'ayapxi, sañäni, microblogging-mp Sina Weibo-mpi, kawkirinakatï janiw puwlikasyunankapxirikiti. | চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের পরিবারের লুকায়িত সম্পদের ওপর পত্রিকাটি একটি রিপোর্ট করায় তাঁরা এই পুরস্কারটি জিতে। |
6 | Yatiyäwix China-n Xinhua istatal yatiyirinakan uñicht'ayatawa: | |
7 | All news outlets are not allowed to use news information from foreign media or foreign websites without permission. | ২০১২ সালের অক্টোবরের একটি রিপোর্টের প্রতিক্রিয়ায় চীনের সরকার দ্যা নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইট বন্ধ করে দেয়। |
8 | It is firmly forbidden for journalists and editors to use the Internet as a platform to seek illegal benefits; such behavior will be investigated and punished according to the law. | এর সাথে সাথে সিনা ওয়েইবোতে ওয়েন জিয়াবাওয়ের নামটিও বন্ধ করে দেয়া হয়। তাঁর পাশাপাশি বিদেশী প্রচারমাধ্যমের প্রচার সূচী ব্যবহার করার অনুমোদন পাওয়া চীনের প্রচারমাধ্যমের জন্য আবশ্যক। |
9 | To start an official Weibo account, news agencies should first report to authorities for record and appoint a staff to be responsible for posting authoritative information and deleting harmful information in time. | নিয়ম নীতিটি সংস্থাগুলোর এবং সাংবাদিকেরা সামাজিক মাধ্যমগুলোতে তথ্য আদান-প্রদান করছেন। এসব সামাজিক মাধ্যমের মধ্যে আছে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট সিনা ওয়েইবো। |
10 | Anqäxat jutir yatiyäwinak apnaqañatakix taqi yatiyirinakax janiw pirmisunipkiti. | এধরনের মাধ্যমগুলো সাধারণত প্রকাশনীর আওতায় পড়বে না। |
11 | Jan pirmisun winiphisy thaqhañatakix piryuristanakamp editor-anakampix janiw Internet apnaqapkaspati; uka jan wali luratax kamachirjam juchanchatäniwa. | চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া, বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, যাতে বলা [ম্যান্দারিন] হয়েছেঃ |
12 | Mä Weibo kwint qalltañatakixa, imphurmasyun ajinsyanakax awturiranakaruw nayraqat yatiyapxañapa, ukat awturisat yatiyäwimp jan wali yatiyäwimp uñicht'ayapxañapatakix jila kullakanakaruw ajllipxañapa. | অনুমতি ছাড়া সকল সংবাদ কেন্দ্রকে বিদেশী প্রচার মাধ্যম বা বিদেশী ওয়েবসাইটগুলো থেকে খবরের তথ্য ব্যবহার করতে অনুমোদন দেয়া হয়নি। |
13 | Jilpachapinix yatiyäwinakax ajinsyas intirnasyunalis ukat jutapxi. | |
14 | “The Telegraph” ukarjamaxa, anqäxat jutir yatiyäwinak jark'antatax China-n yatiyirinakaruw jan walt'ayatapakiti. Yatiyäwix Internet-an Weibo apnaqirinakaruw jan wal lup'iyäna. | সাংবাদিক এবং সম্পাদকদের কোন ধরনের অবৈধ সুবিধা আদায়ের জন্য ইন্টারনেটকে তথ্য প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করতে এটি কড়াকড়িভাবে নিষেধ করে দিয়েছে; এধরনের ব্যবহারের সম্বন্ধে তদন্ত করা হবে এবং আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। |
15 | Beijing-ankir “Qingdeng Xiaxiangmingbian” yatiyirix akjam qilqt'äna: Internet in China by Karen Roach via Shutterstock | একটি দাপ্তরিক ওয়েইবো একাউন্ট খুলতে বার্তা সংস্থাগুলোকে প্রথমে নিবন্ধনের জন্য কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে। |
16 | Public opinion supervision is essential for a healthy society, the scale of criticism is the scale of democracy, “if criticism is not free, then praise is meaningless”. | এবং বিশ্বাসযোগ্য তথ্য পোস্ট করতে এবং উপযুক্ত সময়ের জন্য ক্ষতিকারক কোন তথ্য মুছে ফেলতে এই একাউন্টের জন্য একজন কর্মী নিয়োগ করতে হবে। |
17 | The correct conclusion is from a wide range of voices, rather than what is chosen by the authority. | রাষ্ট্রায়ত্ত পত্রিকার বিদেশের পাতার বেশিরভাগ খবর আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো থেকে সংগ্রহ করা হয়। |
18 | Jila kullakanakan walin jikxatasipxañapatakix “opinión pública” uk uñjañax wali askiwa, k'umiñax timukrasyawa, “uñch'ukisiñax inakich ukaxa, ukjamax jach'achasiñas inakispawa”. | দ্যা টেলিগ্রাফের মতে, বিদেশী গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপ করার কারনে চীনের পত্রিকাগুলোর উপর একটি মারাত্মক প্রভাব পড়বে। |
19 | Chiqap tukuyäwix waljanit jutañapa, janiw mä jilïr irpirik ajllkaspati. | খবরটি অনলাইনে অনেক উইবো ব্যবহারকারীদের মাঝে চূড়ান্ত অবমাননার প্রকাশ করেছে। |
20 | “Lida Suibi” apnaqirix jiskt'asïnwa, yatiyirinakar amparat uñch'ukiyañax jaya pachatakipachaniti: | বিশেষকরে সাংবাদিকদের মাঝে। বেইজিং ভিত্তিক সাংবাদিক “কিন্ডেং জিয়াজিয়াংমিংবিয়ান” [ম্যান্দারিন] লিখেছেনঃ |
21 | What is harmful information? | চীনের ইন্টারনেট। |
22 | I think there's only true and false information. | ছবিঃ শুটেরস্টক হতে কারেন রোচ |
23 | The purpose of the news is to broadcast the truth, which is the basic need of a society. | একটি স্বাস্থ্যকর সমাজের জন্য জনগনের মতামতের পর্যবেক্ষন করা অত্যন্ত জরুরী। সমালোচনার মাত্রাই হচ্ছে গণতন্ত্রের মাত্রা। |
24 | Most of the harmful information as defined by the propaganda department throughout the history of the Chinese republic proved to be accurate. | “যদি মুক্তভাবে সমালোচনা না করা যায়, তবে প্রশংসার কোন অর্থ নেই”। কর্তৃপক্ষ যাকে পছন্দ করে তাঁর কাছ থেকে নয়, বরং একটি ব্যাপক পরিধির কণ্ঠস্বর থেকে সঠিক পরিসমাপ্তি আসে। |
25 | Blocking information and opinions may be effective temporarily, but such a policy of self-denial won't work in the long run. | ওয়েব বযবহারকারী “লিডা সুইবি” প্রশ্ন [ম্যান্দারিন] করেছেন, এ ধরনের কঠোর মুষ্টি বদ্ধতা কি আদৌ প্রচারমাধ্যমের জন্য সুদূর প্রসারী কোন ফলাফল বয়ে আনবেঃ |
26 | Kunas jan wali yatiyäwixa. | ক্ষতিকর তথ্য কি ? |
27 | Nayax chiqa yatiyäwimp k'ari yatiyäwimpikiw utji sakiristwa. | আমি মনে করি তথ্য শুধুমাত্র সত্যি এবং মিথ্যা হয়। |
28 | Yatiyäwin amtapax kunatï chiqak uk uñicht'ayañawa, kawkiritï jila kullakanakatakix wakiskiriwa. | সংবাদের উদ্দেশ্য হচ্ছে সত্যের প্রচার করা। এটিই একটি সমাজের প্রধান চাহিদা। |
29 | China-n nayratpach chikat jila jan wali yatiyäwiw chiqjam uñstawayi. Arst'atanakampir yatiyäwimpir jark'antañax juk'a pachakiw utjaspa, ukampins jan munañ amtax janjakiw jaya pachatakikaniti. | গণপ্রজাতন্ত্রী চীনের ইতিহাস জুড়ে প্রপাগান্ডা বিভাগ কর্তৃক সংজ্ঞায়িত বেশিরভাগ ক্ষতিকর তথ্যই সঠিক বলে প্রমানিত হয়েছে। |
30 | Chino säwimpiw “Yun Mu” web apnaqirix ist'ayasïna: The more one tries to hide, the more one is exposed. | তথ্য ও মতামতের ওপর নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য ফলদায়ী হলেও এধরনের আন্ত-অস্বীকারকারী নীতি দীর্ঘায়িত করলে তা আর কার্যকর থাকবে না। |
31 | Maynit jilaw imantañ yant'i, maynit jilaw uñjata. | আরেকজন ওয়েব ব্যবহারকারী “ইয়ুন মু” একটি চীনা প্রবাদ দিয়ে একই আবেগ প্রতিধ্বনিত [ম্যান্দারিন] করেছেনঃ |
32 | “Ye LaodieaiLvse-x” sawkasisjamaw qilqt'i: | যত বেশি লুকাতে চাইবে, তত বেশি প্রকাশিত হয়ে পড়বে। |
33 | Are we going to become North Korea? | “ইয়ে লাওডি আইলভিস” বিদ্রুপ করে [ম্যান্দারিন] লিখেছেনঃ |
34 | Corea del Norte-ptañaniti. | আমরা কি উত্তর কোরিয়া হতে চলেছি ? |
35 | Liu Xiangqian yatiyirix China-n mä kamachiw yatiyirinakatak jan utjkiti sasaw säna: | সাংবাদিক লিউ জিয়াংগিয়ান চীনে একটি নতুন প্রচার মাধ্যম আইনের অভাব তুলে ধরেছেন [ম্যান্দারিন]: |
36 | Laws and regulations are seriously lagging behind in the development of things! | আইন এবং নিয়মনীতির কারনে উন্নয়ন মারাত্মকভাবে পিছিয়ে পড়ছে! |
37 | The Internet has not been considered media in the legal sense, not to mention citizen media! | |
38 | ¡Kamachinakamp rijlamintunakampix maysar apanukutaw uñjasiwayapxi! ¡Internet-ax janis yatiykipasiñatak walikasp ukjamaw kamach taypin uñjasiwayi! | আইনি অর্থে, সিটিজেন মিডিয়া হিসেবে উল্লেখ না করে ইন্টারনেটকে প্রচার মাধ্যম বলে বিবেচনা করা হয় না। |