# | aym | ben |
---|
1 | Siria: Tanques sat illapt'ir k'añaskunakax Hama markaruw Ramadán uru purikpan mantapxi | সিরিয়াঃ রমজানের প্রারাম্ভে হামা শহরে ট্যাঙ্কের প্রবেশ |
2 | Aka uñart'awix (post) jiwasan jach'a uñakipaw pä waranq tunka mayani marana Siria markan arsuwinakatawa. | এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ-২০১১ এর করা বিশেষ কাভারেজের অংশ। |
3 | | রমজান মাস শুরুর প্রাক্কালে সিরিয়ার সেনাবাহিনী হামা শহরে প্রবেশ করে, সংবাদ পাওয়া গেছে এই ঘটনায় ৪৫ জনের মত ব্যক্তি নিহত হয়েছে রোবরার ৩১ জুলাই, বেলা ১১. |
4 | | 00 টার সময় পর্যন্ত এই পরিমাণ নিহতের সংবাদ পাওয়া গেছে। |
5 | Ramadán jak'axa, Hama markar pallapallanakaw mantapxi, Hama markar mantapxi [en] yatiyawinx siw, pusi tunka jaqinak jiwayas [en] niya tunka mayani arumirj uras saraqkipan samarañ ur kimsa tunka urunak saraqkipan willka kuti phaxsita. | এই হামলা বিশেষ করে সিরিয়ার নাগরিকদের মাঝে আলোড়নের সৃষ্টি করেছে , যখন হামা নামক শহরটি আধুনিক ইতিহাসে সবচেয়ে বীভৎস এক গণহত্যার শিকার হল। এরপর আসতে শুরু করা বেশিরভাগ টুইট ছিল এই ঘটনা সংক্রান্ত। |
6 | | এর অনেকগুলো ছিল সিরিয়ার অভ্যন্তরের আর কিছু ছিল বাইরের বিশ্ব থেকে আসা, যেগুলো এই হত্যার নিন্দা জানিয়েছে। |
7 | Jaljatawix mayjt'ayawiyiw sapa mayn sirionakan amuyunakapa, masacres kunatix Hama markax uñjasiwayiw aka pachax jach' jach'a mulljawina. | এর মধ্যে অনেকে আন্তর্জাতিক পর্যায়ে সেই পরিমাণ বিক্ষোভ দেখা না দেওয়ায়, তাদের ক্ষোভ প্রকাশ করেছে। |
8 | Juk'amp tuitenakax (tuiteos) aka alwa urasax yatiyaw chint'anak uñacht'ayapxi, waljan Siria markan ukhamarak anqankirinakax irjapxiw jiwayawinaka, yaqhipanakax phiñasipxiw kunatix amuyapxiw yaqha markanakar q'aymjamanaka. | এখনো অন্য অনেকে, যেমন, দিকালজেন৯৬৩, হামা থেকে আসা সংবাদের বিষয়ে তার সংশয় প্রকাশ করেছে। টুইটার থেকে আসা সকল প্রকৃত সংবাদের বিষয়ে দৃষ্টিভঙ্গি প্রদানের ক্ষেত্রে, একটি সংবাদ সঠিক। |
9 | Ukampirus, yaqhanakax, Hama markan yatiyawinak uñjasax pächasitaw arst'apxi. deekelgen963, Hama markan yatiyawinak uñjasaxpächasitaw arst'apxi. | দেবকাফাইল সংবাদ প্রদান করছে : “হামা শহরের ৪০০,০০০ জন বাসিন্দার পানি, বিদ্যুৎ, এবং ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে “. |
10 | Chiqpach Yatiyawinakax puriw Twitterata, mayaw qhansti. | এদিকে হামা থেকে কয়েকটি ভিডিও পাওয়া গেছে। |
11 | Debkafile yatiyiwa: “Uma, q'ixuq'ix kallis ukhamarak jayat jawsañatak yänakas pusi patak waranqan Hama markan jakirinakatakix kharjatawa”. | শামস নিউজ নেটওয়ার্ক -এর কাজ থেকে একটি অস্পষ্ট ভিডিও পাওয়া গেছে, যাতে দেখা যাচ্ছে যে শহরে ট্যাঙ্কের প্রবেশ ঘটছে: |
12 | Imana, Hama markanx, yaqhip jakkir jamuqanakax uñstxiwa. | আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, শহরের ভেতরে কালো ধোঁয়া উড়ছে: |
13 | Mä khatatit jakkir jamuq Shams News Network yatiyaw Tama (Red Noticiosa Shams) uñast'ayiw jach'a purakan Lata illapt'irinak markar manataskasa: | বিবিসি-এর সাংবাদিক সাইমা খাহলিল নির্দেশ করছে যে শহরের এই ঘটনার সময় সরাসরি ধারন করা ভিডিও এখন নেটে পাওয়া যাচ্ছে। |
14 | Yaqha widiyux uñacht'ayarakiwa: | সংরক্ষিত এই সব ভিডিও এখানে পাওয়া যাবে। |
15 | BBC, Shaimaa Khalil, Hama markatx siwa jakkir ukch'pach lurasiwit jamuqanak uñast'ayirinakarux, uka jakkir jamuqax anchitax akan uñjañaskiwa. Jan Hama markan yatintat yatiyirinakampixa, yatiyawinakax utt'ayataw arnaqxirinak yatiyirinakamp ukhmarak markan jakirinakampiru, @wissamtarif ukatx @malathaumran khitinakatix wal waraqas aka jamuqanak ukhmarak jakkir jamuqanak uñjayasipxi. | হামা শহরে পেশাদার কোন সাংবাদিক উপস্থিত না থাকা ফলে, সংবাদের জন্য একটিভিস্ট এবং নাগরিক সাংবাদিকদের উপর নির্ভর করতে হচ্ছে, যাদের জন্য ছবি তোলা এবং ভিডিও ধারণ করা অনেক ঝুঁকির বিষয়। |
16 | Aka uñat'awix (post)jiwasan jach'a uñakipaw pä waranq tunka mayani maran Siria markan arsuwinakatawa. | তবে সিরিয়ার কিছু একটিভিস্ট, যেমন @অয়াইসামতারিফ এবং @মালাথউমারান ক্রমাগত টুইটারে মাধ্যমে সংবাদ প্রদান করে গেছে। |