Sentence alignment for gv-aym-20100825-551.xml (html) - gv-ben-20100704-11572.xml (html)

#aymben
1Egipto: Ministerio de Interior Satax Venganzwa Thaqhiমিশর: স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিশোধ নিচ্ছে
2Blog, celular yaqha machaq apnaqäwinak apnaqasa, egipsiyunkir jaqinakapax qhipa maranakn palla pallanakan jisk'achatanap uñacht'ayapxi.মিশরী কর্মীরা তাদের ব্লগ, মোবাইল ফোন আর নতুন মিডিয়া ব্যবহার করে গত কয়েক বছর ধরে পুলিশের করা অসংখ্য নির্যাতনের ঘটনা তুলে ধরেছে।
3Wael Abbas (Misr Digital), Shahinaz Abdel Salam (Wa7da Masreya), Ramy Raoof (Human Rights Defender), Amr Gharbeia (Gharbeia), Noha Atef (Torture in Egypt), Mohamed Khaled (Mac), Sameh El Aroosy (Eye on the World), Malek Mostafa (Malek X), Hossam El Hamalawy (3arabawy) sat sutininakmp ukat yaqhanakampix jaqinakan kamachinakapat palla pallan jan wali luräwipata, apnaqäwipatarxatapxi.ওয়ায়েল আব্বাস (মিসর ডিজিটাল), শাহিনাজ আব্দেল সালাম (ওয়া৭দা মাস্রেয়া), রামি রাউফ (হিউমান রাইটস ডিফেন্ডার), আমর ঘার্বিয়া (ঘার্বিয়া), নোহা আতেফ (টর্চার ইন ইজিপ্ট), মোহাম্মাদ খালেদ (ম্যাক), সামেহ এল আরুসে (আই অন দ্যা ওয়ার্ল্ড), মালেক মোস্তাফা(মালেক এক্স), ও হোসাম এল হামালাউ (৩আরাবাউই) সহ আরো অনেকে মানবাধিকারের ব্যাপারে কথা বলেছেন আর পুলিশের আইন ভঙ্গ আর দুর্নীতির কথা তুলে ধরেছেন।
4Jan walt'ayat k'uk'ux Edmad El Kebir satawa, Islan Nabih ukatx Reda Fathi jupanakax t'aqisiyata, jan walt'ayatapxanwa, vedeo satax uñacht'ayatañapawa, ukatx palla pallanakax justiciatuqir jaysapxañapatakiw irpatapxäna.সব থেকে নামকরা ঘটনা হলো এমাদ এল কেবির এর, যাকে অত্যাচার আর যৌন নির্যাতন করে ইসলাম নাবিহ আর রেদা ফাতিহ -যেই পুলিশ অফিসারদের বিচার করা হয় অত্যাচারের ভিডিও প্রচারের পরে।
5আর সাম্প্রতিক হচ্ছে তীরবর্তী শহর আলেকজান্ড্রিয়ার ২৮ বছরের মিশরীয় খালেদ সাঈদের অত্যাচার আর নৃশংস হত্যা যিনি একটা সার্চ ওয়ারেন্টের কথা জিজ্ঞাসা করায় মারা যান।
6Egipcionkir Khaled Said 28 maranix Alejandria sat markanx mä jaysaw thaqhasaw jiwatayna.আমর ঘার্বিয়ার সাম্প্রতিক পোস্টের নাম: অত্যাচারের সম্মুখে দাঁড়ানো।
7Amr Gharbeia satan jichha qilqatapax akham p'iqinchatawa:এটার বিষয়বস্তু জনসাধারণের সাম্প্রতিক অত্যাচার বিরোধী অবস্থান নিয়ে।
8T'aqisiyañxat sayt'ata.ঘার্বিয়া লিখেছেন:
9Jichhak jaqinakar t'aqisiyañaxat arsusi. Gharbeiax qilqt'iwa:আজকে, অত্যাচারের প্রতিরোধে নতুন এক সাইট চালু করা হয়েছে।
10এই সাইটে বেশ কয়েকটা মানবাধিকার সংস্থা আর ব্যক্তি যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিরোধ করেন আছেন যেখানে তারা একসাথে কাজ করেন অত্যাচারিত মানুষকে মানসিক আর আইনগত পরামর্শ দিতে অনেক ঘটনা তুলে ধরেন।
11Jichhürux utt'ayasiwa, mä machaq sitio ukanx chikañchasiskapxiwa jan walt'awiank uñt'ayasa, medios tradicionales sat tamankirinakar puriyasa.তারা এইসব খবর মূলধারার মিডিয়া সংস্থার কাছে পৌঁছাচ্ছেন আর মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করছেন এই ঘটনা আর তার ফল সম্পর্কে।
12Machaq sitio Consejo Internacional Rehabilitación para Victimas de Tortura Copenague satan ch'amañchataskiwa.নতুন এই সাইটকে অত্যাচারিত লোকের জন্য কোপেনহাগেন আন্তর্জাতিক পুনর্বাসন কাউন্সিল ও সমর্থন করে।
13এই উদ্যোগের প্রথম সফলতা হল “রামি: তামি এল আমাদিদ গ্রামের একটি গল্প”- মিশরের একটা গ্রামের একজন তরুণের গল্প যাকে ২০০৮ সালে পুলিশ নির্যাতন করে একটা হত্যার স্বীকারোক্তির জন্য যেটা সে করেনি।
14ওয়ায়েল আব্বাস অনুসারে, মনে হচ্ছে যে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিশোধ নিতে চাচ্ছে তাদের বিরুদ্ধে যারা পুলিশ বাহিনীর দুর্নীতি আর লাগাতার অত্যাচারের ঘটনা তুলে ধরেছেন।
15Nayrïr luräwixa, Ramy: mä amtkay luräw aldean Tamy El Amadeed satawa”Egipton mä aldeankir tawaqur palla pallanakamp 2008 maran T'aqisiyat Peliculawa, jan kuna walt'aw lurkï ukat arsuñapataki.সামেহ এল আরুসী, যিনি পুলিশ স্টেশনে অত্যাচারের অনেক ভিডিও ক্লিপ প্রকাশ করেছিলেন, তার কাছ থেকে ওয়ায়েল একটি বার্তা পেয়েছিলেন যে তাকে লিবিয়াতে গ্রেপ্তার করা হয়েছে। বার্তাতে বলা হয়েছে:
16Wael Abban lup'iwinakaparjamax Egiptunkir Minesterio de Interioran mä katjataw thaqhatjamawa, palla pallanakxat t'aqhisiwix jan walt'aw mä yatiyawtuq uñachayatapata, Wael satax katuqiw mä yatiyäwi Samech El Aroosy satata walja videonak uñt'ayawayi, palla pallan estacionapan t'aqisiyat Libian jist'antitu sasa.আপনাকে জানাচ্ছি যে আমাকে লিবিয়ার নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে আর ৪৩ দিন ধরে একা আটক করে রেখেছে। আমার গ্রেপ্তার আর ধরে রাখাকে প্ররোচনা দিয়েছে জানারেল হিশাম এল নাগগার - যিনি মিশরীয় কন্সুলেটের একজন তথ্য অফিসার।
17Munata Wael Abbas, yatiyañ munirisma, Libian palla pallanakapax 43 urunakaw jist'antapxitu, ukatx jist'antawijax general Hisham El Naggar jupan yatxatatawa, pä laptops ukatx pasaportex kun aparapxitu, ukatx antutnukuyasiñajatakix mä formularioruw rixuntayapxitu, ukanx sanwa blogujarux k'umiwinakax jan qilqañajataki, janirak yaqhanakarus qilqañaxataki, ukat jichhururux mä maraxiwa, ukatx janiw pasaprtexs laptops katuqti 50 kilometros Bing Ghazi markat Qaminis markan qhipaqtatatwa.আমার দুটি ল্যাপটপ আর মিশরীয় পাসপোর্ট আটক করা হয়েছে আর আমাকে ছাড়া হয় যখন জোর করে একটা স্বীকারোক্তিতে সই করিয়ে নেয় তারা যে আমি কথা দিচ্ছি মিশরী শাসক সম্পর্কে আমার ব্লগ বা অনলাইনে কোথাও আমি সমালোচনা করবো না। আজকে, প্রায় এক বছর ধরে, আমি আমার পাসপোর্ট বা ল্যাপটপ ফেরত পাইনি, আর আমি প্রায় নির্বাসিত আছি কামিনিস শহরে, যা বেন গাজি শহর থেকে ৫০ কিলোমিটার দূরে।
18ওয়ায়েল এই বার্তা সম্পর্কে মন্তব্য করেছেন:
19স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যারা তাদের অত্যাচারের কথা জানিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে হিসাব ঠিক করবে এইবারে।
20Ministerio del Interior uñt'atax ch'axwañat uñicht'awxat askichañatakiw amtawayi.এটা স্পষ্ট যে তাদের প্রতিশোধের হাত মিশরের সীমান্তের বাইরেও যায়।
21Egipcias sat qurpanakaruw kutxatawipax puri, cazatorturadores” satanakar jikxatañ yanapt'apxama.দয়া করে ‘অত্যাচার- তুলে ধরাদের' উদ্ধার করুন।