# | aym | ben |
---|
1 | JAMUQANAKA: Filipinas markanx waranqh waranqh challwa katurinakaw wali llakinkapxi petróleo qutar tallintasitapata | ছবিঃ ফিলিপাইনের সেবুতে তেল বিস্ফোরণ দূর্যোগ |
2 | Filipinas markanx llatunk tunk jaqinakaw quta manqhar jalantasin jiwawayapxi kunawsatix mä barcux. yaqham mutthapisiwayatänxa [en] yaqha q'ipinak apnaqirmpi. | দুই সপ্তাহ আগে ফিলিপাইনের সেবু প্রদেশের উপকূলে একটি কার্গো জাহাজের সাথে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী জাহাজ ডুবে গেলে তাতে ৯০ জনেরও বেশি লোক মারা যায়। |
3 | Ukampirus aka muthapiw utjatapatx wali qhanaskäkiwa ñakixay 120.000 litros de crudo q'ipt'ataw uma manqhar tuyuntawayatänxa ukat ukax q'al umar saratatawayatäna [eng]aka jik'a municipionakaru Talísay, Córdova ukat Lapulapu uka markanakaru. | কিন্তু সেই সংঘর্ষের প্রভাব আজও অনুভব করা যাচ্ছে। কেননা ডুবে যাওয়া জাহাজ থেকে নিঃসৃত ১ লক্ষ ২০ হাজার লিটার তেল তালিসায়, কোরদোভা এবং লাপু-লাপুর উপকূলবর্তী শহরের তীর ঘেষে বিস্ফোরিত হচ্ছে। |
4 | Ukampirus 300 hectáreas quqanakaruw wal yanqhachawayatäna ukampirus. , ukhamarakiw challwa katurinakarux jan walir tukuyawayi [en] janirakiw zona turístico ukhamaqhaspäti. | ৩ শত হেক্টরেরও বেশি পরিমান ম্যানগ্রোভ বনের উপর প্রভাব ফেলা ছাড়াও এই তেল বিস্ফোরণের কারনে ৩ হাজারেও বেশি জেলে এ অঞ্চল থেকে চলে গেছে। |
5 | Lizzy Oi sarawayiw [en]Còrdova markaru kawkhantix challwa katupki uka ukat [en] akham saraki: | এই এলাকার পর্যটন ব্যবসাও কমিয়ে দিতে এটা হুমকিতে পরিনত হয়েছে। |
6 | Akham Córdova markax qhantatawayi kunawsatix q'al petroleox umar saratatawayatana, challwa katurinakar challwa katurinakar jan irnaqawipamp jaytjasa. | লিজিওই করদোভার একটি জেলে গ্রামে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি যা দেখে এসেছেন তা তুলে ধরেছেনঃ |
7 | Ña 80 % challwa katurinakaw challwa katus jakasipxiritäna. Jichhax ñakixay jan aka walt'awix utjawaychix jaqinakax wali llakitaw jiqhatasipxi yatkasa maramar suyañapa quta q'umachasxañapataki. | পৌরসভাটির কয়েক হাজার জেলের জীবিকা নির্বাহের পথ তেল বিস্ফোরনের কারনে বন্ধ হয়ে যাওয়ার পর করদোভা শহরের আজকের চিত্র এটি। |
8 | | এই শহরের শতকরা ৮০ ভাগ লোক মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। |
9 | | মানব-সৃষ্ট এই ধ্বংসাত্মক হৃদয় বিদারক ঘটনায় সবকিছু শেষ হয়ে যাওয়ার পর তাঁরা এটা জেনে আরো আশাহত হয়েছে যে, এই সমস্যার প্রভাব কয়েক মাস পর্যন্ত এবং এমনকি কয়েক বছর পর্যন্ত রয়ে যাবে। |
10 | Córdova, Cebú. | করডোভা, সেবু। |
11 | Jamuqa facebook Lizzy Oi jupankiri. | ছবিঃ লিজি'র ফেসবুক থেকে |
12 | coco sillp'inakaw uma manqhar uchasi petróleo chhaqhayañataki facebook tuqi jamuqanaka. | তেল পরিষ্কার করতে নারিকেলের খোসার ব্যবহার। |
13 | petróleo warantatax Mactán uka playanakar kunaw puritäna El vertido de petróleo también ha llegado a las playas de Mactán. | ছবিঃ লিজি'র ফেসবুক পাতা থেকে তেল বিস্ফোরণ ম্যাকটান সৈকতকেও আক্রান্ত করেছে। |
14 | Fotografía de @shai_ong. | ছবিঃ @শাই_অং |
15 | Meylou jupax uñist'ayarakiw yanapawipxa [en] llakir puririnakaruxa: | ক্ষতিগ্রস্ত অধিবাসীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন মেয়লোঃ |
16 | Akax mä chiqpach llakiwa. | এটি সত্যিই খুব হৃদয় বিদারক। |
17 | Nayax walrak llakt'asta kawkirinakatix jan wila masinakapamp chikapxi jupanakatxa sasa. | আমি সেসব পরিবারকে সমবেদনা জানাই, যারা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। |
18 | Ukhamarak kawkirinakatix jan challwa katupxaniti jupanakatsa ukat quqanak jiwaratapatsa jichh walja maranakaw suyt'asini quta um sumaptañapataki ukatakix qumachaskakiñawa jan ukasti walja quqanakaw jiwarani. | যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেসব জেলে যারা মাছ ধরতে যেতে পারছেন না তাঁদের জন্যও থাকলো সমবেদনা। ম্যানগ্রোভ বনটি মৃতপ্রায়। |
19 | Walin sipans aka jan walt'awix utjawayiwEl desastre ocurrió durante la época de quqanak achurki [en] ukharaki: | ম্যানগ্রোভটি সেরে উঠতে কয়েক বছর লেগে যাবে। কিন্তু এটি দ্রুত পরিষ্কার করা প্রয়োজন। |
20 | Sadaba: aka petróleo warantawix utjawayarakiw kunawsatix quqanakan achurki ukharaki. | নতুবা ম্যানগ্রোভটি নষ্ট হয়ে যাবে:L সকল স্বেচ্ছাসেবককে অনেক ধন্যবাদ। |
21 | Markachirinakax jank'akiw qut q'umachañatak sartasipxi. | ম্যানগ্রোভের “ফল ধরা” মৌসুমের সময়ে দূর্যোগটি আঘাত হেনেছেঃ |
22 | Tishiana Mann jupax amuyarakiw kunjams qutax q'umachasispa [en]aka petróleo ukax umatxa: | সাদাবাঃ ম্যানগ্রোভের ফল ধরার ভরা মৌসুমে #সেবু তে #তেল বিস্ফোরণ ঘটে গেল। @স্যানটিনকডিএন |
23 | Walja jaqinakaw kunjams crudo ukax umat q'umachasispa sasa wal amuyunakam yanapawayapxi: jisnaw, ñik'ut khuchurinakax walja ñik'ut apayapki ukhamarakiw kawkir empresanakatix coco sat muxsa achunak lakipki jupanakax walja cocon sillp'ipanak apayapxatäna petróleo ch'amsuñapataki. | অধিবাসীরা সাথে সাথেই তেল পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে। তিশিয়ানা মান পানি থেকে তেল সরানোর কিছু উপায়ের কথা জানিয়েছেনঃ |
24 | | তেল বিস্ফোরণ প্রতিরোধে সাহায্য করতে অনেকেই মজার মজার উপায় আবিষ্কার করেছেনঃ উদাহরণ স্বরূপ, তাল শোষক হিসেবে কাজ করতে স্থানীয় সেলুনগুলো মানুষের চুল পাঠিয়েছে এবং নারিকেল বন্টন কেন্দ্রগুলোর মালিকেরা একগাদা নারিকেলের খোসা পাঠিয়েছে। |
25 | Ukhamarakiw serrin uksa warantapxatäna petróleo ch'amsuñapataki kunawsatix umar warantapkatan ukhax thayakirakiw apasxatäna. | এমনকি তাঁরা তেল শুষে নিতে কাঠের গুড়া ব্যবহারের চিন্তাও করেছেন। |
26 | Yanapawinakax ñakirakiw utjatäna [en] y inakirakiw ñik'utanaks [en] khuchuqapxatansa ukhamat umar warantañataki, ukhamarakiw markachirinakax wali llakit wallpan phuyunakap [en] pallthapipxatäna. | কিন্তু তেল শুষে নেওয়ার জন্য আপনি যখন এগুলো পানিতে ফেলবেন, তখন বাতাস এসে এগুলোকে উড়িয়ে নিয়ে যাবে। |
27 | nayax ñik'uts khuchuqasiñ munxakitatwa Cebú markaru yanapañataki. Inas larusipchitäta. | পরিষ্কারকরণ কাজকে সাহায্য করতে চুল দান করা এবং বিনামূল্যে চুল কাঁটা শুরু করা হয়েছে। |
28 | Ukampirus jichhaw wakisi yanapañasaxa. | সচেতন নাগরিকেরা মুরগীর পাখনাও জোগাড় করেছে। |
29 | ukax centros comerciales ukanakarux mediasanakamp yanapasiñapa mayiraki ukhamat ñik'utanak ukar uchañataki uma manqhar sum liwintasiñapataki ukat q'al petróleo ch'amsuñapataki. | অন্য একটি প্রাসঙ্গিক খবরে… গত সপ্তাহান্তে সেবুতে তেল বিস্ফোরণে আমার চুল দান করতে চুল কাটতে চেয়েছি। |
30 | ukax sarakiw inakiw ñik'ut khuchuqasi Cebú markaru yanapañataki. | আমাকে “বু” শব্দ কর। এখন এটি প্ররোচক। |
31 | Ñik'ut khuchutanakax petróleo ch'amsuñapatakiw walïni.. ukan yatiyarakiw, vicealcalde Cebú markankirix, sarakiw markachirinakax petróleo ch'amsuñapatakix jaqin ñik'utap ukhamaraki wallpa phuyu pallthapipxani sasa. | সাধারন মানুষ এবং মুদির দোকানগুলোকেও #তেলবিস্ফোরণ রোধে চুলের গোছার মাথায় ব্যবহারের জন্য মোজা দান করতে উৎসাহিত করা হয়েছে। |
32 | Ukampirus mä cientificux sarakiw [en]ñik'ut umar uchaski ukax antisaw yanqt'ayaspa sasa. | #অয়েলস্পিল @অরিজিনালজেজিএ মাধ্যমে #কেবু #সেবুসিমিশাপ সেবু সিটি হল লবিতে দাম ছাড়া চুল কাঁটা হচ্ছে। |
33 | Christina Garcia Frasco sarakiw akatakix munasiw märegulación marítima sasa [en]: | তেল বিস্ফোরণে বাঁধ হিসেবে মানুষের চুল ব্যবহার করা হবে। |
34 | La pérdida de vidas por desastres en el mar es pasmosa. Las consecuencias del daño al medio marino son enormes. | সেবু শহরের ভিএম লাবেলা বলেছেন, #তেলবিস্ফোরণ কমিয়ে করতে সেবু শহরে তেল শোসক (মানুষের চুল, মুরগীর পাখনা) সংগ্রহ করতে থাকবে। |
35 | Lo que es todavía más preocupante es lo poco que se ha hecho para evitar estas tragedias. | কিন্তু একজন বিজ্ঞানী চুল ব্যবহারে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। |
36 | Si la gente continúa poniendo en peligro su cuerpo y su vida cuando se embarca y navega por nuestras aguas, está claro que la necesidad de una regulación marítima más estricta y de gestión del transporte marítimo no es solo inminente, sino también absoluta. | ক্রিস্টিনা গারসিয়া ফ্রাসকো বিশ্বাস করেন, একটি কঠিনতর সমুদ্র-সম্বন্ধীয় নিয়ম-নীতি প্রয়োজনঃ সমুদ্রে দূর্যোগের কারনে প্রান হারানোর বিষয়টি বেশ দ্বিধা-গ্রস্ত। |
37 | Jaqi jiwaratanak utjawayki ukax armasiwayxakiniwa. Ukampirus juk'am yanqhachasini uma manqhan jakasir uywanakaruxa. | সামুদ্রিক পরিবেশের ক্ষতিটা অত্যন্ত সুদূর-প্রসারী। |
38 | Ukhamarakiw wali llakiskañaw jan kun akanak tuqi lurasitapatxa. | এমনকি আরো বিরক্তিকর হচ্ছে, এ ধরনের হৃদয় বিদারক ঘটনা প্রতিহত করতে কিছুই করা হয়নি। |
39 | Siti jaqinakax umar jalantapxaspan ukhax wakisispaw mä regulación marítima ukaxa. | এই জাহাজগুলোই আমাদের জলপথে গমন করে। |
40 | | যেহেতু সমুদ্র-ভীত লোকজন জাহাজে উঠতে এখনও তাঁদের জীবনের ঝুঁকি নেয় এবং অঙ্গহানি করে, সেহেতু এটুকু পরিষ্কার যে, আরো কঠোর সমুদ্র-বিষয়ক নিয়ম-নীতি এবং সমুদ্রে ট্রাফিক ব্যবস্থাপনা শুধুমাত্র আসন্ন নয় বরং এটি অবধারিতও বটে। |