# | aym | ben |
---|
1 | Iran-an Chat ukax jan wali aruti. | ইরানে “চ্যাট” কি খুবই বাজে শব্দ? সেখানে উইচ্যাট বন্ধ করে দেওয়া হয়েছে। |
2 | WeChat Ukax Jark'antatawa República Islámica-n Internet churirinakax WeChat uk jark'antawayapxi sasaw blog-anakampin sityunakampin yatiyäwinakax qhananchi. | ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা বিভিন্ন সংবাদ সাইট এবং ব্লগে [ফার্সী ভাষায়] রিপোর্ট করেছে যে, তাঁরা সেখানে উইচ্যাট ব্যবহার বন্ধ করে দিয়েছে। |
3 | WeChat ukax Redes Sociales ukaruw teléfonos inteligentes apnaqirinakarux mantayi. | উইচ্যাট একটি অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা অনলাইন সামাজিক নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হন। |
4 | Ukch'añkamax mayni Irán jilïr irpirin mä pä ministrunakapax yaqha arkirinakamp aruskipañatakiw may may Redes Sociales ukanak apnaqapxaraki, iran-inkir markachirinakax Facebook-ar mantañat tuwatapxiwa. | যখন ইরানের প্রেসিডেন্ট নিজে এবং তার মন্ত্রীদের অন্তত কয়েকজন অনুগামীদের সাথে যোগাযোগের জন্য বিভিন্ন সামাজিক মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করেন, তখন ইরানি নাগরিকদের জন্য ফেসবুকের মত সাইটে প্রবেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। |
5 | Iran-n Vatan Dust-ax yatiyäwit akjam arsüna: | ইরান ভাতান ডাস্ট এই খবর সম্পর্কে [ফার্সী ভাষায়] টুইট করেছেন: |
6 | Ukjarux jila kullakanakan lup'ïwinakap jamasat apaqañ yant'apxani. | পরবর্তী পদক্ষেপ হচ্ছে, তারা মানুষের চিন্তাধারা ফিল্টার করার চেষ্টা করবে। |
7 | Faaar Ranak arsukirakiwa: | ফার রানাক [ফার্সী ভাষায়] টুইট করেছেন: |
8 | Janiw WeChat uk apnaqasitapata, jan ukax janis ukax wakiskirikiti. | আপনি উইচ্যাট ব্যবহার করেন বা করেন না তা কোন ব্যাপার নয়। |
9 | Jamasat lup'ïwinak apaqapxi ukaw jan akch'as walikiti. | প্রধান সমস্যা হল, তারা এটি ফিল্টারিং করছে। |
10 | Iraninkir blog apnaqir Gilboygreen-ax akjamarak qilqt'i: | ইরানি ব্লগার গিলবোয়গ্রিন লিখেছেন [ফার্সী ভাষায়]: |
11 | Kunats República Islámica-x WeChat ukar jan wal lurpacha. | কেন ইসলামী প্রজাতন্ত্রটি উইচ্যাট ফিল্টার করছে? |
12 | Jupanakax jaqich arskan sasaw llakisipxi. | কারণ, মানুষ যখন একে অপরের সাথে কথা বলে তখন তারা ভয় পায়। |
13 | Jichhürux [mä aplikasyun] jichh apaqapxpacha. | আজ সম্ভবত [একটি আবেদন] ফিল্টার করা হবে যার প্রতীক সংলাপ। |
14 | Kunats jan jila kullakanakan aruskipañanakap munapkpacha. | মানুষ একে অপরের সঙ্গে কথা বলার অনুমতি না দেওয়ার কি কারণ থাকতে পারে? |
15 | Jilïr irpirinakax akatuqit qhananchapxañapawa. | কর্তৃপক্ষকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। |
16 | Canal de televisión ukas aruskipañatakix jark'atawa, ukat kunjams jaqix jan walinakap askichapxaspa… Jan “chat” uka arur asxaramti. | যখন সংলাপ, ধারনা এবং যোগাযোগের বিনিময়ের একটি চ্যানেল বন্ধ করা হয়, কিভাবে আপনি সংলাপের মাধ্যমে সমাজে মানুষের সমস্যা সমাধান আশা করতে পারেন? … “চ্যাট” শব্দটি ভয় করবেন না। |
17 | Chat ukax taqin uñt'atawa. | চ্যাট বিভিন্ন সমাজে গৃহীত একটি সহজ ও মানবিক আইন। |
18 | Yaqha blog apnaqir 1ironi-x qilqt'arakikiwa: | অন্য ব্লগার ১ইরনি [ফার্সী ভাষায়] লিখেছেন: |
19 | kamachirjamax niya taqi manq'aw jark'ata… Waljaw akjamanakax utji, sañäni, manq'añ tumatinaka ukat tiliwisyun uñch'ukiña [ukanakax jan waljam uñt'atapxiwa]. | অলিখিত আইন [ঐতিহ্য] মতে, খাদ্য সহ পণ্য যাই হোক না কেন, বিদেশ থেকে যা ইরানে আসে প্রথমবারের মতো নিষিদ্ধ করা হয়… এই ধরনের বেশ কিছু উদাহরণ রয়েছে, সেসব পণ্য ধীরে ধীরে লক্ষ হয়ে উঠছে, যেমন টমেটো খাওয়া, টিভি দেখা [এগুলো সব হারাম, পাপিষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে]। |
20 | Walja diputado-nakaw WeChat uk tuwxatañatak mayachasisipkaki, ukampins Psiphon [software elusión] ukatuqix apnaqaskaksnawa. | উইচ্যাট বন্ধ করতে বহু সংসদ সদস্য সম্প্রতি চাপ দিয়েছেন। কিন্তু আমরা এখনও সাইফনের [সেন্সর এড়ানোর সফটওয়্যার] মাধ্যমে এটি ব্যবহার করতে পারি। |
21 | Iran-inkir chachax machaq jilïr irpiriruw sawkasisjam amparamp luqch'uki: | ইরানের নতুন প্রেসিডেন্টের [ফার্সী ভাষায়] একটি আঙুল ইশারা বিদ্রূপের সঙ্গে ইরানের ম্যান-মাসুদ ব্লগ: |
22 | Chha sum Rouhani. | রুহানি, আপনাকে ধন্যবাদ। |