# | aym | ben |
---|
1 | Wikitongues: Arum qillqantama | উইকিটংসঃ আপনার ভাষার নথি তৈরি করুন |
2 | Captura de pantalla de wikitongues.org (11-03-14) | উইকিটংস ডট অরগ থেকে নেওয়া স্ক্রিনশট (১১-০৩-১৪) |
3 | Wikitongues ukax machaq amta-wakichäwiwa, ukat uraqpachan 7,000 arunak qillqantañw suyi. | বিশ্বের ৭,০০০ ভাষার নথি তৈরির প্রত্যাশী একটি নতুন প্রকল্প হচ্ছে উইকিটংস। |
4 | Amta-wakichawix jaqinakaruw videonakamp jupanakpach arupanakat arsus yanapt'asinipxasp uk mayi (akjam arunakanaspawa: aleman, urdu, suajili jan ukax yaqhatsa), ukat Youtube tuqitw . wakicht'asipxani. | প্রকল্পটি প্রত্যেক ব্যক্তিকে তাদের নিজস্ব ভাষায় ভিডিওটিতে কথা বলে অবদান রাখার আহ্বান জানিয়েছে - হোক তা জার্মান, উর্দু, সোয়াহিলি, বা অন্য যে কোন ভাষায়। |
5 | | অধিকাংশ ক্ষেত্রে এটি তাঁদের ইউটিউব অ্যাকাউন্টের মাধ্যমে করে থাকে। |
6 | Jichhürunakanx Wikitongues ukax mä plataforma ukw luraski, ukarux khitis video waraqatanakapx apkatapxakispawa, ukat ukax mä amta-wakichaw yanapt'a ukjam uñtayi, ukampirus mä qalltawi jan kuna payllawin ukjam yanapt'awiwa. | এই প্রকল্পটির সাথে জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি একটি অলাভজনক হিসেবে তৈরি করতে উইকিটংস বর্তমানে একটি প্ল্যাটফর্ম নির্মাণ করেছে, যেখানে যে কেউ তাদের নিজস্ব তৈরিকৃত ভিডিও আপলোড করতে পারবেন। |
7 | Yanapt'asirinakax mara tukusitakix (50) ukhjat mä ukjamp jichha video waraqatanakw suyapxi. | চলতি বছরের শেষ নাগাদ তারা বর্তমানের ৫০ টি ভিডিওর স্থলে ১০০ টি ভিডিও পাবেন বলে আশাবাদি। |
8 | Ukanakan alaq ch'usat yanapt'asirinakax “embajadores” ukjam sutincht'atapxiwa, ukat jupanakax khaysa Suiza, Zimbabue, Sudáfrica, Noruega, Rusia ukat España uksa markanakanw jikxatasipxi. | সহজলভ্য তথ্যের জন্য একটি ডাটাবেস তৈরি করতে যারা সাহায্য করছেন তাঁদের নাম দেওয়া হয়েছে “দূত”। তাঁরা মূলত সুইজারল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে, রাশিয়া ও স্পেন ভিত্তিক স্বেচ্ছাসেবী। |
9 | Daniel Bogre Udell uka utt'ayirin arunakapa, paschpa aru arsusax walja jaqinakaruw taqi suyunakat qillqantañäni, ukat arun saräwiparjam yant'añw jikqhatañ suyapxi. Akanx ingles arun mä uñacht'awiw utji, mä arsurimpi Carolina del Norte, (EE. | বিভিন্ন অঞ্চল থেকে একই ভাষা ভাষী বিভিন্ন জনের কথার নথির ক্ষেত্রে সহ প্রতিষ্ঠাতা ড্যানিয়েল বগ্রে উদেল বলেছেন, তারা আশা করেন এর মাধ্যমে ভাষার একটি সাংস্কৃতিক আবেদন প্রদর্শিত হবে। |
10 | UU. ) uksana ukat yaqhanakax Sudáfrica uksata: | এখানে ইংরেজিতে একটি উদাহরণ রয়েছে। |
11 | | সেখানে আমেরিকার উত্তর ক্যারোলিনা থেকে একজন এবং দক্ষিণ আফ্রিকা থেকে অন্য আরেকজন কথা বলেছেনঃ |
12 | Akanx ma qutucht'at yanapt'irinakaw walja arut arsurinakatak utji, walja arunak arsurinaka: | সেখানে পলিগ্লটস মানুষের জন্যও একটি বিভাগ আছে, যারা একাধিক ভাষায় কথা বলেন: |
13 | Video-nakanx “idiomas minoritarios” ukanakat jilpachax uñacht'ayat utji, kunjamas Guatemala markan maya ukax yuritäna ukxata. | ভিডিওতে সাধারণনত “সংখ্যালঘু” ভাষাগুলো রয়েছে, যেমন কেইচি (ডিম), যেটি মায়া ভাষার একটি উপগোষ্ঠী। ভাষাটির উদ্ভব হয়েছে গুয়াতেমালা থেকে। |
14 | Ukjamipansti, qutucht'ata Wikitongues ukax juk'anakats jila arunakats janiw arsuñ sitio web ukanx munkiti, ukat jupanakax uraqpachan janiw qawqhas arsurinakax uk munapkiti, jan ukax khuskhat taqpachanir ch'amanchapxi, | তবে, গ্রুপটি তাঁদের ওয়েবসাইটে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হিসেবে ভাষাগুলোকে উল্লেখ না করার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক। বরং, মোট কথা বলা মানুষের সংখ্যা নির্বিশেষে সবগুলোকে সমান গুরুত্ব দেবার পক্ষপাতি। |
15 | Wikitongues ukax mä arw simanan chijllarakiwa, ukat blog de Tumblr, ukan aruskipañataki, ukjamats sapa arut qillqatanak ukat yatiyawinakaw utji. | এছাড়াও তাদের টাম্বলার ব্লগে আলোচনা করার জন্য উইকিটংস একটি “ভাষা সপ্তাহ” ঠিক করেছে, যেখানে প্রতিটি ভাষা সম্পর্কে সুত্র এবং তথ্য থাকবে। |
16 | Jichhärunakakiw vasco arunx tantacht'asipxäna. | সম্প্রতি, তাঁদের গুরুত্ব হচ্ছে বাস্কের উপর। |
17 | Instagra-mpin Twitter-ampinTwitter-ampin wakichäwx arkapxasma, ukat video-nakam mayacht'asiñatakix thaqtapxarakismawa. | আপনি ইন্সটগ্রাম এবং টুইটারে প্রকল্পটি অনুসরণ করতে পারেন - এবং আপনার নিজস্ব ভিডিও শেয়ার করতে পারেন। |