# | aym | ben |
---|
1 | Global Voices Mentorshi-par Jichharkipstäwi: Nayrar Sartayirinakar Uñt'am | গ্লোবাল ভয়েসেস এর প্রশিক্ষকদের কার্যকলাপের হালনাগাদ: অ্যাক্টিভিস্টদের সাথে পরিচিত হউন |
2 | Mä phaxsi jilatpachaw tunka Global Voices taqi chaq jach'a markanakat Blogger Swarm of Activista-n machaq yanapirinakxamaw nayrar sartayirinakamp irnaqasipkäna ActionAid. | গ্লোবাল ভয়েসেস এর ১০ জন ব্লগার (মেন্টর) গত এক মাস ধরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের তরুণদের জন্য নেটওয়ার্ক ‘অ্যাক্টিভিস্টা‘ এর নতুন ‘ব্লগার সোয়ার্ম‘ প্রকল্পের দশটি ভিন্ন ভিন্ন দেশের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে। |
3 | Yanapt'äwix Intirnit Blogan askpachapinix lurt'asi. | তাদের প্রশিক্ষণের বিষয় হচ্ছে ব্লগিং, নেটওয়ার্কিং ও অনলাইন সক্ষমতা বৃদ্ধি। |
4 | Members of the Activista Blogger Swarm (pictured here) are each working with a Global Voices mentor | অ্যাক্টিভিস্টার ব্লগার সোয়ার্ম নামক কর্মশালার সদস্যরা (এখানে ছবিতে তাদের দেখা যাচ্ছে), যাদের প্রত্যেকের সাথে গ্লোবাল ভয়েসেস এর একজন ব্লগার (মেন্টর বা শিক্ষক হিসেবে) কাজ করবে |
5 | Pasïr qilqt'atan taqi yanapt'irinakar uñtayayatana, ukat jichhax Activista Youtub-tuqiw jumanakar nayrar sartayirinakar uñt'ayañ munapxirisma. | এর আগের পোস্টটিতে আমরা সব অংশগ্রহণকারীদের পরিচয় দিয়েছি, এখন অ্যাক্টিভিস্টার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের এ ব্যাপারে জড়িত অ্যাক্টিভিস্টদের সম্পর্কে আরও জানাতে চাই। |
6 | Akax Kodili-xa, Uganda-ta, kunatti jupax Blogger Swarm wakichäwir nayrar sartayirxam puriwayi ukatuqit arst'aski: | এখানে উগান্ডার কদিলি জানিয়েছে কেন সে একজন অ্যাক্টিভিস্ট হলো এবং সে জানিয়েছে ব্লগার সোয়ার্ম প্রকল্পটি নিয়ে তার প্রেরণা আর প্রত্যাশার কথা: |
7 | Qilqt'añ Yanapt'irinakar Arktaskakim | সোয়ার্মটিকে অনুসরণ করুন! |
8 | Blogger Swarm-ax waynanakaruw kunaymantuqit aruskipt'apxañapatak nayrar ucht'i, nayrar sartayirinakax luräwinakapamp thaqhäwinakapam nayrar sartayasipki. | ব্লগার সোয়ার্ম প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে খাদ্য ও জলবায়ুর বিষয় ন্যায়-বিচারের জন্য যে আলোচনা হচ্ছে তার অগ্রভাগে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা। |
9 | | এ ইস্যুর উপর ভিত্তি করে অ্যাক্টিভিস্টরা তাদের কাজ ও গবেষণা চালিয়ে যাচ্ছে। |
10 | Global Voices yanapirinakan yanat'anakapampix kusakipiniw Intirnitan maynit mayn yanapt'asis jupanakax blog-amp irnaqrantasipki. Akax yaqhip qhip qhipha qilqt'äwinakapaxa: | গ্লোবাল ভয়েসেস এর প্রশিক্ষকদের (মেন্টরদের) সাহায্যে তারা তাদের ব্লগিং দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে ও তার পাশাপাশি ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহারে আরও স্বচ্ছন্দ হচ্ছে এবং তারই মাধ্যমে তারা সহযোগিতামূলক কাজ ও অনলাইন নেটওয়ার্কিং এর কাজ করছে। |
11 | Taqikunat yatt'ayataskañatakix Blogger Swarm blog-ar qilqt'ayasima, jan ukax Twitter-an yanapt'irinakasar mentors and mentees list arktam. | এখানে তাদের সর্বশেষ ব্লগ পোস্টগুলোর একটি তালিকা দেয়া হলো: সবসময় হালনাগাদ রাখতে আমাদের ব্লগার সোয়ার্ম ব্লগে সাবস্ক্রাইব করুন, অথবা টুইটারে আমাদের মেন্টরস ও মেন্টিস লিস্টটি অনুসরণ করুন। |
12 | Yuspajarapsmaw aka qilqt'äwir yanapt'apxatamata. | এই উদ্যোগকে সমর্থনের জন্য ধন্যবাদ! |