Sentence alignment for gv-aym-20120914-4456.xml (html) - gv-ben-20120715-28697.xml (html)

#aymben
1España: minera ukar arxatañatak yanapt'a: “¡Uñt'aychistuwa!”স্পেন: খনি শ্রমিকদের সমর্থন করা, “হ্যাঁ, হ্যাঁ, তারাও আমাদের প্রতিনিধিত্ব করে”
2স্পেনের খনি শ্রমিকদের সমর্থনে হাজার হাজার নাগরিক রাস্তায় নেমে আসে এবং যখন এই সমস্ত খনি শ্রমিকরা উত্তর স্পেন থেকে ৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে মাদ্রিদে এসে পৌঁছায়, তখন নাগরিকরা তাদের সাথে যোগ দেয়।
3Waranq jaqinakax españa minirunakaruw yanapt'añatak thakir mistupxatayana.মঙ্গলবার, ১০ জুন তারিখের সকাল ১০ টায়, সরকারি আসন লা মনক্লোয়া থেকে এই বিক্ষোভ শুরু হয়, এবং মাদ্রিদের পুয়ের্টো ডেল সল প্লাজায় দুপুর দুটার সময় তা শেষ হয়।
4Kunawsatix minirunakax pusi patak kilometronak España nortet Madrid markar puripxi ukjaxa, yanapt'ir jaqinakax uka minirunakamp juntthapxisipxaniwa.মারিয়ানো রোজাই সরকারের কঠোর পদক্ষেপ এবং ভর্তুকি বন্ধ করে দেওয়ায় কয়লা খনির শ্রমিকদের এই প্রতিবাদ। এই জমায়েতও তথাকথিত, “ব্লাক মার্চ” -কে স্বাগত জানিয়েছে, যা কিনা এক আবেগপূর্ণ পরিবেশে, একাত্মতা সাধনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।
5Unjtasiwix pä tunkan pacha, ch'asküru, tunka uru julio phaxsin La Moncloan apasi.সেখানে জমায়েত নাগরিকরা করতালি, উৎসাহব্যঞ্জক বাক্য, সহানুভূতিশীল স্লোগান এবং তাদের নিজস্ব সঙ্গীত গেয়ে খনি শ্রমিকদের স্বাগত জানায়, রাজধানীর কেন্দ্রে ধরে চলা মিছিলের পুরোটা সময় জুড়ে এই গান গাওয়া হয়েছিল।
6Uka unjtasiwix Inti punkun pä pach willjtan Carbon minirunanakax Mariano Rojoyan p'iqinchawipat ukhamarak subsidionakan walt'awinakap iraqtapat phiskasipxi.এই ভাবে বিশাল এক মাত্রায় নাগরিকদের জমায়েত হওয়ার ঘটনায় খনি শ্রমিকরা নিজেরাও বিস্মিত, যা কিনা এই বিক্ষোভের গতিকে আরো জোরালো করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যা #নোচেমিনেরা [স্প্যানিশ ভাষায়] (খনির রাত্রি) নামে পরিচিত।
7Uka katuqawirux “Marcha Negra” sutichapxi.ব্লাক মার্চ মাদ্রিদের কেন্দ্রস্থল অতিক্রম করছে। ছবি ইসমায়েল নারাঞ্জো-এর
8Ukanx jaqinakax walpin yanapt'asipxi.এইসব স্লোগানের মধ্যে সবচেয়ে সাধারণ স্লোগান ছিল, “হ্যাঁ, আমরা পারি! হ্যাঁ, তারা আমাদের শ্রদ্ধা করে!
9Uka arxatasir jaqinakax minirunanakar t'axllirapxi, wali sum katuqapxi ukhamarak himnop jayllipxirakiwa.এবং এটাই আমাদের দল”! মূলত সাম্প্রতিক সময়ে ইউয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো কাপ) ফুটবল প্রতিযোগিতায় স্পেনের জয়ের বিষয়টি উল্লেখ করে এই স্লোগান প্রদান করা হয়।
10এটি অনেক বেশী পরিষ্কার, যারা শ্রমিকদের সমর্থন করে, এর জন্য তারা গর্ব অনুভব করে এবং তারা নিজেদের একজন রাজনীতিবীদ অথবা ফুটবলার-এর চেয়ে অনেক বেশী শ্রমিক শ্রেণীর একজন হিসেবে চিহ্নিত করে থাকে।
11কয়লা খনির শ্রমিকরা কেবল তাদের হেডল্যাম্প দিয়ে কেবল রাস্তাকে আলোকিত করেনি; আরো বৃহত্তর চেতনায় তারা বিক্ষোভের আলো হিসেবে নিজেদের উপস্থাপন করেছে।
12Minirunakax sorpresanakap uñjtawipxi, kunatix unjtawir jach'aptayapxatayna. Ukat #nocheminera. redex wal uñjatawa.অন্য অনেক সংগঠন তাদের দাবীকে চিহ্নিত করেছে, যার মধ্যে নৈরাজ্যবাদী, ১৫-এম আন্দোলন থেকে ইন্ডিগনাডোস, এবং সারা স্পেনের সকল বয়সের এবং সকল অঞ্চলের নাগরিকরা রয়েছে।
13Marcha Negra Madrid marka taypit, Ismael Naranjot sarnaqäwi.কারণ সম্প্রতি স্পেনে যে সমস্ত বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, তাদের যে কোনটার চেয়ে এটি বিদ্রোহে পরিপূর্ণ এক বিক্ষোভ।
14খনি শ্রমিকদের এই লড়াই, কর্মীদের বিক্ষোভ আন্দোলনের হৃদয়ের প্রতিবাদে এবং সরকার যে সব বাজেট কাটছাঁট করেছে তার সবচেয়ে তীব্র প্রত্যাখান-এর এক প্রতিবাদে পরিণত হয়েছে।
15Recorrido de la Marcha Negra por el centro de Madrid, por Ismael Naranjoনীচের এই ভিডিও প্রদর্শন করছে যে, বিক্ষোভকারীরা ধর্মঘটরত খনি শ্রমিকদের সাথে তাদের একাত্মতা প্রদর্শন করছে [স্প্যানিশ ভাষায়] ( ভিডিও জুয়ান লুই সানচেজ-এর): http://youtu.be/6FeZXoupDIo
16http://youtu.be/6FeZXoupDIo Redes sociales ukan, walja jaqinakaw mineronakar iraqtaw ch'axwatak ch'amanchapxi, kunatix sectorax chhaqhtaspawa.সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেক নাগরিক এই সমস্ত খনি শ্রমিকদের উৎসাহ প্রদান করেছে, যেন তারা সরকারের এই সব বাজেট কর্তনের বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যায়, যা কিনা তাদের সংগঠনসমূহকে অদৃশ্য করে দেওয়ার দিকে নিয়ে যেতে পারে।
17Walja twitteronakax mensajenakamp hashtag#yosoyminero España markataypin mineronakar arxatasi. Nayrir uñjtawinakatjam, redenakaw jilpach yatiyawinak yatiyapxi.উল্লেখযোগ্য সংখ্যক টুইট-এ, এই বিবৃতি প্রকাশ পেয়েছে যে স্প্যানিশ খনি শ্রমিকদের জন্য তারা গর্ব অনুভব করে, যা তারা তাদের বার্তা এবং #ইয়োসয়মিনেরো (আমি একজন খনি শ্রমিক) নামক হ্যাশট্যাগের মাধ্যমে প্রদান করেছে।
18Kunatix usuarionakax mä #silenciomediático ukham ch'atapxi.যেমনটা এর আগের বিক্ষোভের বেলায় ঘটেছিল, এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বেশীরভাগ সংবাদ ছড়িয়ে দেয়।
19Uka amtat minera uñjtawix marka taypin tunka mayan julio phaxsin alwat uñtasirakiwa.এই ঘটনা আরেকটি বিষয়ের মুখোমুখি অবস্থান গ্রহণ করে, ব্যবহারকারীরা যার নিন্দা জানায় #সাইলেন্সিওমিডিয়াটিকো (প্রচার মাধ্যমে নিরবতা) হ্যাশট্যাগের মাধ্যমে।
20Jan ukax, nayrir urutx ukürux janiw walikipunikanti, kunatix churt'awinak sayt'ayirinakamp uñjtawirinakamp walpin nuwasipxana.ঐতিহাসিক খনি শ্রমিক প্রতিবাদ বুধবার, ১১ জুলাই তারিখ সকালে আবার শুরু হয় । তবে দিনটি আগের দিনের চেয়ে আরো বেশী ভয়াবহ এক দিনে পরিণত হয়, যখন দাঙ্গা পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
21Ukat paqallq tunk suxtan usuchjatanakamp tunka payan detenidonakamp uñstapxi.এই সংঘর্ষে [স্প্যানিশ ভাষায়] ৭৬ জন নাগরিক আহত হয়েছে এবং এই ঘটনায় দশ জনকে গ্রেফতার করা হয়েছে।