# | aym | ben |
---|
1 | Bulgaria: Mä uru jan nayrir Boyko Borisov Ministru tatampi | বুলগেরিয়া: প্রধানমন্ত্রী বয়কো বরিসভ বিহীন একটি দিন |
2 | | ৫ জুলাই, ২০১১, এই দিনটিতে বুলগেরিয়ার প্রচলিত ধারার প্রচার মাধ্যমের প্রতি এক ধরনের কৌতূহলজনক চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়। |
3 | Phisqa uru saraqatat willkakuti phaxsita 2011 marata apaniwayatanawa mä kust'ata amtawi khaysa medios búlgaros tradicionales tuqitaki: ¿ akanakax jawsayawayapchispaya facebook tuqiru kunatakitix” Mä uru jan Boyko Borisov tatampiñataki sasa [bg; ukhamarakiw paginanakax janiw apnaqañ ukhaqhatanti, ukhamarakiw ukuru paskasasti, apnaqirinakasti amtapxarakitanawa phisksxaña, saytayxañataki spam ukha]- jan ukasti yatiyasipkakinicha lurawinkatxa Nayrir Ministro Bulgaria markata? Reuters uka jaqisti qillqaxt'arakitanawa kuntix jawsayapkana khaysa Facebook tuqinxa ukxa, ukat jupasti apkat'awayarakitanawa kabliruxa ukxa, mä wali kust'at sutimpi apnaqirinak tuqi amtawimpi: búlgaros jaqinakaxa achikapxiwa mä uru jan apnaqañapataki aka nayrir Ministro Borisov jaqixa[en]. | প্রচলিত ধারার প্রচার মাধ্যম কি ফেসবুকে একটি গ্রুপের কার্যক্রম: “প্রধানমন্ত্রী বয়কো বরিসভ ছাড়া একটি দিন” [বুলগেরীয় ভাষায়; বর্তমানে এই পাতাটা মুছে ফেলা হয়েছে, এই অনুষ্ঠানের পর সংগঠকরা এটিকে মুছে ফেলার সিদ্ধান্ত নেয় এই কারণে যে এটা হয়ত স্প্যাম হিসেবে ব্যবহার করা হবে] নামক বিষয়কে অনুসরণ করবে- নাকি তারা আগের মত বুলগেরীয় প্রধানমন্ত্রীর কাজকর্ম নিয়ে ক্রমাগত ভাবে সংবাদ প্রদান করে যাবে? |
4 | Boyko Borisov, Primer Ministro búlgaro. Imagen del usuario de Flickr kaladan (CC BY-SA 2.0). | রয়টার্স ও ফেসবুকের এই ঘটনা খেয়াল করেছে, এবং সে তার খবরে এই তথ্য প্রকাশ করেছে। |
5 | Juk'ampinsa, khaysa medios búlgaros, jan ist'asinxa- khaysa jach'a uta yatiyirinakansa BGNES [bg] ukhamaraki khaysa sitio de Internet Mediapool [bg]- janiw arkapkatanti kuntix sapkana ukxa ukat jupanakax khaysa nayrir Ministrurux laphinakaparux qillqt´asiwayapkakitanawa. | তারা এমন এক শিরোনাম ব্যবহার করেছে যা এই সংগঠনের উদ্দেশ্যের সাথে দারুনভাবে মিলে যায়। এর শিরোনাম “বুলগেরীয় নাগরিকরা তাদের নাই কাজে ব্যস্ত প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি দিন চাইছে”। |
6 | Borislav Tsekov bloggers ukhamaraki exparlamentariu jaqiraki sawayatanawa [bg] kuntix arsuwayapkatana khaysa BGNES ukatxa, ukat sawayarakitanawa “ jumanakan amuyunakamampix nayax chiqt'wa”. | বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ। ছবি ফ্লিকার ব্যবহারকারী কালাদান-এর (সিসি বাই-এসএ ২. |
7 | | ০)। তবে বুলগেরিয়ার প্রচার মাধ্যম এই উদ্যোগের কথা প্রচার করেনি এবং তারা তাদের সংবাদে প্রধানমন্ত্রীর কাজের কথাই উল্লেখ করছে, তার মধ্যে উল্লেখযোগ্য দুটি ব্যতিক্রম সংবাদ প্রকাশনা হচ্ছে-সংবাদ সংস্থা বিজিনিউজ এবং ইন্টারনেট ভিত্তিক সংবাদ প্রদানকারী সাইট মিডিয়াপুল। |
8 | | বুলগেরিয়ার ব্লগার এবং প্রাক্তন সংসদ বারিস্লভ তাসেকভ বিজিনিউজের মতামত জানাচ্ছেন। |
9 | Yhaqha bloggerunakasti amuyapxarakitanawa ukat qillqt´apxarakitanawa kunatix amatawinakakanxa ukanakxa, yaqhip pachanakax [bg] yaqha amtawinakampis qillqt'asa ukat publikañataki khaysa nayrir Ministru tuqitxa. | তিনি এখানে মন্তব্য করেছেন যে, তিনি এর সাথে পুরোপুরি একমত। অন্য ব্লগাররাও বিষয়টি খেয়াল করেছে এবং তা নিয়ে লিখেছে। |
10 | Wali llakisita ukhamaw, Nelly Politics is arts ukax jan walinwa [bg] khaysa medios búlgaros, uksa tuqitakix, sikt´asisa kunats “nayax yaqha markachirinakankir yatiyawinakap ullañaxa ukampirusa yaqha markankir tiliwisiunanaks uñchukiña ukhamaraki munaña yaqha bloggeruns parlawipanaks isch´ukiña ukat jan periodistas ukanakatxa”. | তারা কখনো কখনো পরিহাসের ছলে, আবার কখনো ব্যাঙ্গাত্মক স্বরে নিজেদের লেখার শিরোনাম দিয়েছে, যে লেখার উদ্দেশ্য তাদের প্রধানমন্ত্রী। পলিটিক্স ইজ আর্টস এর লেখিকা নেলি, এক ধৈর্য্যশীল এবং বেদনাদায়ক লেখা লিখেছে। |
11 | Pachpa nayrir Ministrurakiwayatiyiwa [bg] kunatix jupax janiw kuns yatiñ munkiti aka lurawinakatxa, ukat arsuwayarakitanawa apnaqirinakarux payllawxay churapchispa aka oposicion tuqitxa. | লেখাটিতে বুলগেরীয় প্রচার মাধ্যমের প্রতি খানিকটা সমালোচনা [বুলগেরীয় ভাষায়] করা হয়েছে। |
12 | | এই লেখায় লেখিকা প্রশ্ন করেছে কেন আমাকে, আমাদের সাংবাদিকদের লেখার বদলে, বিদেশী সাইট থেকে সংবাদ পড়তে হবে, বিদেশী টেলিভিশন চ্যানেলগুলো দেখতে হবে, এবং ব্লগারদের মতামতকে বেছে নিতে হবে। |
13 | Mä luririt jaqisti, Atanas Palov ukham sutini siwa [bg] akax jan waliwa, ukat phiskasisaw arsuwayarakitanax akham sasa nayrir Ministrutix payllawinak jilpach churasapanax ukhax lurawinakax wali kusasapanawa “mä uru Boyko Borisov tatampi sasa”. | প্রধানমন্ত্রী বরিসভ নিজেই ঘোষণা দিয়েছেন যে, তিনি এই ধরনের অনুষ্ঠানের প্রতি আগ্রহী নন। এবং সাথে সাথে মন্তব্য করেছেন যে বিরোধীরা এই অনুষ্ঠানের সংগঠকদের অর্থ যোগান দিয়েছে। |
14 | Kimsa waynanaka (juk'amp yaqha pä tawaqunakampiw Kamelia Encheva ukat Valia Krusheva ukham sutin) ukanakaruw uka amtawix puriwayatana ukata jupanakax janiy irnaqapchispati politica tuqitx sasarakiw sawayapxatana: maynirix jupanak chikatsti Austria uka markan jakiritanawa, maynisti Bélgica markan, maynix Bulgaria markanraki, ukat jupanakax janiw politica tuqin irnaqapxirxamapkiti. | এই অনুষ্ঠানের অন্যতম সংগঠক, “এটানাস পাভলভ” লিখেছেন যে এটা খুব বাজে এক রসিকতা হবে যে যদি প্রধানমন্ত্রী যথেষ্ট পরিমাণ অর্থ প্রদান করে, তাহলে তারা ফেসবুকে বিকল্প একটি পাতা “বয়কো বরিসভের সাথে একদিন” তৈরি করবে। |
15 | Ajllisiwa phisqauru saraqataru willkakuti phaxsita kunatix uka urux pä mara amtasitana elecciones pä waranqa llatunka maran luraskana uka kunawsatix Borisov tatax uka maran atipt´awaykana uka eleccionanxa. | যে তিনজন তরুণ ব্যক্তির মাথা থেকে (এদের মধ্যে অন্য দুজন ব্যক্তি হচ্ছে মিজ. ক্যামেলিয়া এনচেভা এবং মিজ. |
16 | Phunchaw tukuyxasasti, luririnakax uñist'awayapxatanawa mä carta jist'arata [bg], ukanx yatiyawayapxatanawa kunatix lurawinakax janiw nayrir Ministru tuqitakikatanakti jan ukasti, medios bulgaros ukanakan ist'apxañapatakitanawa katuqapxañapataki Boyko Borisov tataru . ukhamarakiw sapxatana amtawix katuqatatanawa italiana warmita” Mä uru jan Smolensk ukham sasa” [en] “Mä uru jan Smolensk ukham sasa” [en]. | ভালিয়া ক্রুশেভা) এই চিন্তা বের হয়েছে, তারা এই কার্যক্রমের সাথে কোন ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। এদের একজন থাকে অষ্ট্রিয়ায় এবং অন্যজন থাকে বেলজিয়ামে, আর এদের আরেকজন থাকে বুলগেরিয়ায়। |
17 | Email | |
18 | QillqiriVeni Markovski Jaqukipiri Emma Quispe Mamani | দেখে মনে হচ্ছে তার রাজনীতির দ্বারা প্রভাবিত নয়। |
19 | | ৫ জুলাই তারিখে এই অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছিল কারণ, এখন থেকে দুই বছর আগে ২০০৯ সালের নির্বাচনের পর ঠিক এই দিনে বরিসভকে বিজয়ী করা হয়েছিল। |
20 | | এই ঘটনার পর এর সংগঠকরা একটি উন্মুক্ত চিঠি প্রকাশ করে, যেখানে তারা ব্যাখ্যা করে এই এই উদ্যোগ প্রধানমন্ত্রী লক্ষ্য করে করা হয়নি, আসলে তাদের লক্ষ্য ছিল বুলগেরিয়ার প্রচার মাধ্যম, যারা বয়কো বরিসভ নিয়ে যে ভাবে মাতামাতি করে তার বিরুদ্ধে। |
21 | | একই সময়ে তারা জানায় যে, এই বিষয়টি “বারলোসকোনি ছাড়া একটি দিন” নামক ইতালীয় এবং “স্মোলেনেস্ক ছাড়া একটি দিন” নামক পোলিশ এক উদ্যোগ থেকে ধার করা হয়েছে। |