Sentence alignment for gv-aym-20140401-6469.xml (html) - gv-ben-20140409-42605.xml (html)

#aymben
1Perú: Chile markan uraq khathatiw utjki uka kipkarakiw Tacna, Moquegua ukat Arequipa markanakan utjawayiপেরু এবং চিলিতে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে ছবি@২৪হোরাসটিভিএন-এর টুইটার একাউন্ট থেকে নেওয়া
2Imagen tomada de la cuenta de Twitter de @24HorasTVN[উল্লেখ ছাড়া সকল লিঙ্ক স্প্যানিশ ভাষার ওয়েবপেজ নির্দেশ করে]
3Norte de Chile ukhamarak Sur del Perú uksanx uraq khatahtawiw (sísmico) niya 8 grados de magnitud ukhaw utjawayi, Bolivia markanx uka kipkarakiw utjawayi, perú markanx 6.46 pachanwa, Chile markanx 8.46,মঙ্গলবার, ১ এপ্রিল ২০১৪-এ, ৮. ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প চিলির উত্তরে এবং পেরুর দক্ষিণে, এবং একই সাথে প্রতিবেশী বলিভিয়ায় আঘাত হানে, যার কারণে উপকূল এলাকায় সুনামি সঙ্কেত জারী করা হয়।
4Según el Centro Sismológico Nacional de la U de Chile, la magnitud del sismo fue de 7.9 Richter y se localizó a 89 Kms al Suroeste de Cuya.এই ঘটনায় চিলিতে ছয় জন নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে পেরুর এক নাগরিক রয়েছে। পেরুতে এই ভূমিকম্পে সেই তিনটি শহরে উল্লেখযোগ্য কোন ক্ষতি হয়নি, যেগুলোতে সবচেয়ে জোরালো ভাবে ভূকম্প অনুভূত হয়, এই শহর তিনটি হচ্ছে টাকনা, মোকুইয়েগুয়া এবং আরেকুইপা।
5- onemichile (@onemichile) April 2, 2014ভূকম্প এবং পরবর্তী সময় পেরুর নাগরিকরা টুইট করেছে।
6Tacna, Moquegua ukat Arequipa markanakan uraq khathatawaix utjawayi ukat kuna jan walt'awinakay utjchi ukat janiraw yatitakiti.সেখানে কয়েকজন জানাচ্ছে যে, বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার কারণে টাকনা শহরে বিদ্যুৎ ছিল না:
7Ukampirus twitter uksaw yatisi Tacna markanx pstes ukanakaw jaqurtat siw ukat janiw luz qhananipkit siwa.টাকনা শহরে প্রবল ভূকম্প অনুভূত হয়েছিল, শহরটি এখন বিদ্যুত বিহীন অবস্থায় রয়েছে।
8En la ciudad de #Tacna se sintió fuerte el movimiento, la ciudad esta sin energía eléctrica #AlertaNoticiasলা লিনটেরনা রেডিওর সংবাদ এই বিষয়ে আরো বিস্তারিত সংবাদ প্রদান করেছে:
9- Danitza Lawless (@danitza_pf) April 2, 2014টাকনা থেকে সংবাদ এসেছে, কয়েক সেকেন্ড আগে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে।
10Linterna Radio ukax yatiychistuwa: Yatiyawi #Tacna uraq khathatawix utjawayiwa https://t.co/WsgiyWVooGসংবাদ পাওয়া গেছে, মোকুইয়েগুয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং সেখানে কোন মোবাইল ফোন সেবা পাওয়া যাচ্ছে না:
11- La Linterna Radio (@LalinternaP) April 2, 2014টাকনা এবং মোকুইয়েগুয়ায় কোন বিদ্যুৎ নেই।
12Moquegua markanx janirakiw luz qhanas señal de celular ukas utjkit siwa:ভূকম্পনের পর মুভিস্টার এবং ক্লারো মোবাইল ফোনের সেবা বন্ধ রয়েছে। …
13Tacna ukat Moquegua markax janiw luz qhananikiti ukapachparakiw markax telefonía celular de Movistar ukas ukapachparakiw jan utjkiti… http://t.co/l2J5EiECHWচিলি থেকে সংবাদ এসেছে সেখানকার শহরগুলো খালি করে দেওয়া হয় এবং সাথে সাথে উত্তর উপকূলে সম্ভাব্য সুনামির শঙ্কা দেখা দেয়।
14- Pulso Noticias GG (@pulsonoticias_G) April 2, 2014
15Chile . Khipa - norte de Chile janiw walja jan walt'awinakax utjkiti sasin Arica markat yatiyanipxi. pic.twitter.com/2Rm7qgKPqbসাম্প্রতিক সংবাদ- আরিকার সংবাদদাতার দেওয়া সংবাদ অনুসারে উত্তর চিলিতে ঘরসমূহ খালি করার কাজ নির্ঝঞ্ঝাটে সম্পন্ন হয়েছে।
16- 24 Horas (@24HorasTVN) April 2, 2014ছবি: সুনামি সতর্কতার কারণে যে ভাবে উপকূলীয় এলাকা খালি করে দেওয়া হয়।
17JAMUQANAKA: Costa de Chile uksanx akhamw uka Tsunami ukax utjawayi: http://t.co/pr3wv1hlQB pic.twitter.com/uSYH8KTwYBএকই ভাবে, পেরুর দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি শহরে ঘর থেকে বের হয়ে আসার নির্দেশ প্রদান করা হয়:
18- 24 Horas (@24HorasTVN) April 2, 2014 Perú markanx uka kipkarakiw uraq khathattawix markachirinakar mulljawayi:জরুরী:পেরুর উপকূলীয় এলাকা আরেকুইপা, আইকা, টাকনায় এলাকা খালি করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে
19JANK'AKI: Arequipa, Ica, Tacna uka markanakaw uraq khatahatawix utjawayi #Tsunami #Terremoto - Ferjok Josp (@Ferjosp) April 2, 2014জরুরী -চিলিতে ভূমিকম্প: এএফপিকে পেরুর কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশটির দক্ষিণের নাগরিকদের এলাকা খালি করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
20- CHILE MARKAN URAQ KHATHATTAWI: Perú markan irpirinakax AFP ukaruw yatiyi sur del país uksan utjawyi sasina. - World News Update (@AlertaNews24) April 2, 2014জরুরী -চিলিতে ভূমিকম্প: কোস্টা ভের্দা [লিমার উপকূলীয় এলাকা] থেকে সান মুগুয়েল, মাগদালেনা, সান ইসিদ্রো, মিরাফ্লোরেস এবং লিমার বারানকো যোগাযোগ বিছিন্ন।
21- SISMO ukax CHILE: Costa Verde ukax San Miguel ukhatpach jist'antatawa, Magdalena, San Isidro, Miraflores ukat Lima markanakan utjawayi.দক্ষিণ পেরুর ইলো এবং টাকনায় প্রথম সুনামির ঢেউ-এর আঘাত হানার সংবাদ পাওয়া গেছে: লা পুনটা কোলোয়ায় সন্ধ্যা ৮.
22- World News Update (@AlertaNews24) April 2, 2014৩১ মিনিট, ইকাতে সন্ধ্যা ৭.
23Akanx Ilo yukat Tacna ukhamrak Sur del Perú uksanakaruw puri sasin yatisi:৩৯ মিনিটে সুনামি আঘাত হেনেছে। টানকা এবং মোকুইয়েগুয়াতে ইতোমধ্যে সুনামি আঘাত হেনেছে।
24Olas de Tsunami ukax Punta Callao ukharuw 8:31 jayp'u pachar, Ica uksanx 7:39, Tacna ukat Moquegua uka markanakar puriwayi
25- Patricio Valderrama (@patriciov) April 2, 2014 Chile markanx replicas ukax janiw suyaskanti:এদিকে ইতোমধ্যে চিলিতে ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হবার সংবাদ পাওয়া গেছে।:
26#CHILE: 5 réplicas 5 grados ukhanwa #tsunami: pic.twitter.com/9oKaJKsGVYচিলি: শক্তিশালী এক ভুমিকম্পের পর ৫ মাত্রার এক কম্পন অনুভূত হয়েছে।
27- C5N (@C5N) April 2, 2014বেশ কিছু দেশে সুনামি সতর্কতা জারী করেছে