# | aym | ben |
---|
1 | Teherán markan grafitinaka | তেহরানে দেয়ালচিত্র |
2 | Irán markax janiw mä marka kawkhantix jaqinakax kuntix arsuñ munapki ukham uñt'atäkiti ni ch'axwañanakansa; ukampirus ukanx arte urbano ukax jakaskiwa [en]. | ইরান জনসম্মুখে মতামত প্রকাশের জন্য পরিচিত নয়। কিন্তু নাগরিক শিল্প এখানে এখনো বিদ্যমান। |
3 | Jisnaw chhuyu mosaiconaka ukhamarak taqi kast arte pirmititäki ukanakax wali jiwak yaqhip markan pirqanakapan uñanaxt'ayi; janis wakiskchisa janiw Europa markanxam wali qhanaki, ukampirus Tehrán markanx uñjasispaw: kawkirinakatix grafitis, pegatinas ukhamarak plantillas [en] ukanakaxa, inas jan wali qhanakchi, ukampirus utjaskiw markapanakanxa Yaqhip pirqanakax pinturanakamp ukhamarak propagandanakamp q'ala q'añuchjatawa (jisnaw mä mártir jaqin kuna), ukhamarak imágenes abstractas ukat wali jiwak jamuqanakatsa. | ইউরোপের মত ব্যাপক না হলেও তেহরানে এখনো কিছু শহরের দেয়ালে, ভূগর্ভস্থে প্রাচীরচিত্র, কারুকাজ ও অন্যান্য ‘অনুমোদিত' শিল্প দৃশ্যমানঃ গ্রাফিটি, দেয়াললিখন এবং পথচিত্র এখন নগরে প্রকাশ্যে ও বিচ্ছিন্নভাবে বর্তমান। কয়েকটি দেয়াল শহীদদের মত প্রচারণামূলক চিত্রকর্মে ভরে গেছে। |
4 | Kunatix yaqhipanakax chiqpach obras de artenakawa. | এটি কাল্পনিক, সাধারণত অলংকৃত চিত্র হতে পারে। |
5 | Ña mä semananakatxam mä fotógrafo Teherán markankirix mä correo electrónico grafit jamuqanakani apayanitäna ukhamarak aka aruskipawimpi: | কয়েক সপ্তাহ পূর্বে, তেহরান থেকে একজন আলোকচিত্রী ইমেইলে গ্রাফিতির এই ছবিগুলো পাঠিয়েছেন; তিনি এই মন্তব্য জুড়ে দিয়েছেনঃ |
6 | Teherán markat aka fotografianak apsunta, ña k'añask parada jak'ata. | আমি তেহরানে, একটি বাস স্টপেজে এগুলো তুলেছি। |
7 | Amuyt'atatx manyiw municipalidad tuqit Teherán markan nuwasiski: kunatix mä urux mayniw mä grafiti luri ukat qhiparux pichxataw uñstxi. | আমার মনে হয় তেহরানের পৌরসভার সাথে কারো যুদ্ধ চলছে। একদিন কেউ দেয়ালচিত্র এঁকে দেয়, অন্যদিন পৌরসভা সেটি মুছে দেয়। |
8 | Ukhamaw sapüruxa. | এটি চলতেই থাকে। |
9 | Grafiti Teherán markana. Fotografía: Melinda Legendre | তেহরানে গ্রাফিটি। |
10 | Grafiti Teherán markana, Lapak phaxsi 2012 marata. | ছবিঃ মেলিন্ডা লিজেন্দ্রে |
11 | Fotografía: Issa Grafiti Teherán markana, Lapak phaxsi 2012 marata. | তেহরানে গ্রাফিটি, নভেম্বর ২০১২ ছবিঃ ইসা |
12 | | তিন সপ্তাহ পরে, আমি তাকে উল্লেখপূর্বক তার ছবিগুলো প্রকাশের অনুমতি চাইলাম, তিনি বললেন এটি তার জন্য সম্মানজনক হবে এবং তিনি আরো জানাতে চেয়েছেনঃ |
13 | Fotografía: Issa Kimsa semananakäxi ukhat, aka fotonak publicañatak mayta,ukat wali kusaspaw sas apkatañ munasina: | এখন তারা গ্রাফিতি অঙ্কন ঠেকানোর জন্য দেয়ালে রঙ করেছে। |
14 | Jichhax mä jamuqham uka pirqarux uchapxi jan khitis grafitinakamp yapt'añapataki. | কিন্তু তার আগে দেয়ালটি সত্যি নোংরা ছিল। কিন্তু এখন তা নোংরা নয়। |
15 | Kunatix nayrax uka pirqax wali q'añunwa; ukampirus jichhax janiw ukham q'añüqhiti. | তাই পৌরসভার শত্রু এখন জনগণের এক বন্ধু কারণ দেয়াল এখন আর নোংরা নয়। |
16 | Ukat kawkiritix municipior uñiskan ukax jichhax markan masipäxiwa kunatix qirqax janiw q'añukqhiti. | যারা নিজেদেরকে ব্যক্ত করছে ইউরোপের তুলনায় ইরানে তারা অনেক বেশি ঝুঁকিতে। |
17 | Kawkirinakatix iran markan arsupki jupanakax wali juchanchatäspawa juk'am Europa markatsa sipana, kunatix añchhitax janiw kuna kamachix irán markanx utjkiti, siti autoridadanakax jan walxam uñjapkaspan ukhax, mä juchanchäwiruw aka luräwinakax tukuspa. | বর্তমানে, ইরানে এ ব্যাপারে কোন আইন নেই, কিন্তু কর্তৃপক্ষ যদি এ কাজকে ধ্বংসাত্মক বিবেচনা করে, তাহলে এই শিল্পটি অপরাধ হিসেবে গণ্য হতে পারে। ইরানে পথচিত্রের কেবল জাগরণ হচ্ছে। |
18 | Arte urbanux jaktaskiw Irán markana. | আশা করি তার উন্নয়ন ঘটবে। |