# | aym | ben |
---|
1 | Chile markanx yatiqirinakax unxtasipxiwa, jupanakax reforma educativa mayipxi | চিলি- ছাত্র বিক্ষোভে এবং শিক্ষা সংস্কারের দাবী |
2 | Protestas en Santiago de Chile. | সান্তিয়াগো দে চিলিতে বিক্ষোভ প্রদর্শন। |
3 | Imagen del usuario de Flickr NOtodoesARTE. | ছবি ফ্লিকার ব্যবহারকারী নোটুডাজআর্টে-এর সিসি বাই-এনসি-এনডি ২. |
4 | CC BY-NC-ND 2.0. | ০. [সকল লিঙ্ক স্প্যানিশ ভাষার ওয়েবপাতাকে নির্দেশ করে।] |
5 | Michelle Bachelet jilïr irpir irpxarkipanx aka 8 uru aka llamayu pxasitx nairïr kutiw yatichaw tuqitx unxtasiwix utjawayi. | ৮ মে ২০১৪ তারিখে শিক্ষা পদ্ধতি নিয়ে বর্তমান রাষ্ট্রপতি মিশেল ব্যাচলেট-এর বর্তমান সরকারের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যার পূর্ব থেকেই অনুমতি নেওয়া ছিল। এই বিক্ষোভে বেশ কয়েকটি দল অংশ নেয়। |
6 | Uka unxtasiwinx aknïr tamanakaw chikanchasipxäna Confederación de Estudiantes de Chile (Confech), Asamblea Coordinadora de Estudiantes Secundarios (ACES), Coordinadora Nacional de Estudiantes Secundarios (Cones), Movimiento de Estudiantes de Educación Superior Privada (Mesup), Organización de Federaciones de Educación Superior Privada (Ofesup) ukatx Asociación de Funcionarios del Ministerio de Educación (Andime) taqi ukanakw chikancasiwapxi. | যার মধ্যে ছিল চিলির ছাত্রসংঘ সংগঠন (কনফেচ), জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র সমাবেশ (এ্যাসেস), জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র সমন্বয় (কোনেস) উচ্চ শিক্ষার শিক্ষার্থী আন্দোলন (মেসাপ) বেসরকারি উচ্চ শিক্ষা সংঘের সংগঠন (অফেসাপ) এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সংগঠন (এ্যানডিমে) । এই বিক্ষোভের উদ্দেশ্য ছিল বিনা বেতনে গুণগত মানসম্পন্ন শিক্ষা লাভের অধিকার দাবী জানানো, সাথে সংস্কারে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করা, যে বিষয় নিয়ে সম্প্রতি গবেষণা করা হচ্ছে, লা টেরচেরা নামক সংবাদপত্র তথ্য প্রদান করছে: |
7 | Jupanakax mayipxiwa, inak yatichaw (educación gratuita) ukhamarak aski yatichaw utjañapa. | ছাত্র মিছিল, এখানে বিপদটা কোথায়? ফুয়েস-এর সভাপতি বলছে “ছাত্ররা সংস্কার কার্যক্রমে অংশ নিতে চায়”। |
8 | Diario La Tercera ukax akham yatiyawayi: Yatiqirinakan sartasiwipa: Ma anatasiwikaspas ukhama? | এই মিছিল একই সাথে রাজধানী সান্তিয়াগো এবং দেশের অন্য বেশ কয়েকটি স্থানে ছাত্রদের মিছিল অনুষ্ঠিত হয়। |
9 | Pdta de la Feuc ukax akham sasin si yatiqirinakax “reforma ukan chikancht'asiñ munapxi” http://t.co/kkESMigWrC | এতে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রের অংশগ্রহণ এবং উপস্থিতি লক্ষ্য করা গেছে: এই বিষয়টি দেখে বেশ ভালোই লাগল যে সান্তিয়াগো এবং অন্যান্য অঞ্চলে বিশাল সংখ্যক ছাত্র মিছিল অংশ গ্রহণ করেছে। |
10 | - La Tercera (@latercera) May 8, 2014 | নতুন এক শিক্ষা ব্যবস্থার জন্য তারা একত্রিত হয়েছে, যা এক উন্নত চিলি গড়বে। |
11 | Uka unxtasiwix capital, Santiago, markan utji: | এ বছর কনসেপসিওনে অনুষ্ঠিত প্রথম ছাত্র মিছিলে হাজার হাজার তরুণ নাগরিক অংশ গ্রহণ করেছিল। |
12 | uka unxtasiwix masiba ukhamakiwa#Santiago #Chile - René Naranjo S. (@renenaranjo) May 8, 2014 | দেশের অন্য অনেক শহর যেমন ইকুইয়েকুয়ে, ভেলপেরাইজোতেও মিছিল অনুষ্ঠিত হয়, যেগুলো জাতীয় কংগ্রেসের আসন এবং ভালদিভিয়াতেও একই রকম মিছিল অনুষ্ঠিত হয়। |
13 | Waranqa yatiqirinakaw unxtasipxi #Concepción http://t.co/Tu0LiT2jIT vía @biobio - Radio Villa Francia (@rvfradiopopular) April 24, 2014 | দুর্ভাগ্যক্রমে, কিছু কিছু এলাকায় অঘটন এই মিছিলকে ম্লান করে দিয়েছে, যে সব ঘটনার বেশীর ভাগ ঘটিয়েছে ছাত্র নয় এমন ব্যক্তিরা, আর এই দাবীর সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। |
14 | Uka unxtasiwix aknir markanakaw utjawayiIquique, Valparaíso, sede del Congreso Nacional, ukat Valdivia taqi uka markanakana. | ফুয়েস-এর সভাপতি নাসচালা আবুরমান, এই সমস্ত অঘটনকে “ বিচ্ছিন্ন ঘটনা” হিসেবে চিহ্নিত করেছে এবং বিবৃতি প্রদান করেছে, এমন কিছু বিষয় রয়েছে যার দায়ভার সংগঠন বহন করতে পারে না। |
15 | Yaqhip markanakan uka k'ask'a qullanakamp yanqhatachataw uñjasipxana. | |
16 | Naschla Aburman, presidenta de la Feuc, uñt'awayiwa ukanakax janjamaw walikiti sasina. | এই ঘটনার বিষয়ে চিলির টুইটার ব্যবহারকারীরা তাদের মতামত ব্যক্ত করেছে, এই ঘটনা প্রভাব সম্বন্ধে ছবি ছড়িয়ে দিয়েছে এবং তথ্য ছড়িয়ে দিয়েছেঃ |
17 | Twitter apanaqirinakax arst'apxiwa: AHORA: Intendente @orrego “janiw kuna incidente ukas utjkiti” uka unxtasiwinxa. | এখনঃ গভর্ণর ওরেগো বলছে ছাত্র মিছিলে “ কোন দুর্ঘটনাই ঘটেনি ” তবে মিছিল শেষে এখানে “সংগঠিত একদল উত্তেজিত জনতার” উপস্থিতি লক্ষ্য করা গেছে। |
18 | - Mauricio Bustamante (@tv_mauricio) May 8, 2014 | |
19 | Universidad Central uka unxtasiwix walja qullqi willtaw apani sasina http://t.co/FzRaeoNUa8 pic.twitter.com/bFNv4ACkKL | |
20 | - Cooperativa (@Cooperativa) May 8, 2014 General Ricardo Solar jupax 101 yatiqiriw katuntata sasina. | ইউনিভারসিডাড সেন্ট্রাল, ছাত্র মিছিলের পর ২০ মিলিয়ন পেসো [প্রায় ৩৬,০০০ মার্কিন ডলার] ক্ষতির সংবাদ প্রদান করেছে। |
21 | - La Tercera (@latercera) May 8, 2014 | |
22 | @romina_ms @CNNChile Romina, nayax yatiqiritwa, ukat uka unxtasiwirux ch'amanchtt'wa. | জেনারেল রিকার্ডো সোলার জানাচ্ছে যে ছাত্র বিক্ষোভের এই ঘটনার পর ১০১ জনকে গ্রেফতার করা হয়। |
23 | - Rodrigo Gacitúa G (@RGacitua_G) May 8, 2014 | রোমিনা, আমি একজন ছাত্র এবং শান্তিপূর্ণ মিছিলের পক্ষে, কিন্তু এই দলগুলো ছিল সংগঠিত। |