Sentence alignment for gv-aym-20110815-2333.xml (html) - gv-ben-20110731-19070.xml (html)

#aymben
1Colombia: Thuqur palla pallanakaw pilut anatirinakar katuqapxiকলম্বিয়া: নাচুনে পুলিশ ফুটবল খেলোয়াড়দের স্বাগত জানাল
2কলম্বিয়ার শহর মেডেলিনে একদল পুলিশ কর্মকর্তা বিমান বন্দরে আগত ফুটবল খেলোয়াড়দের স্বাগত জানায়, এই স্বাগত জানানোর প্রক্রিয়া অতিথিদের ভালো এক ধারণা প্রদান করেছে।
3অন্যদিকে স্থানীয়রা এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তা ব্যক্ত করেছে।
4Medellín, Colombia uksa markanx pallapallanakaw sub-20 Inglatera ukan pilut takiripanakarux katuqapxi khaysa awyuna saraxkis ukhan mä thuqumpi kunatix akax yaqha jaqinakarux chuymapanakx llamp'urt'ayatanaw, ukhamarakiw yaqhip jaqinakarux llakisiyatana jan khiti yanapt'ir utjatapatx ukhanakanx.কলম্বিয়ার মেডেলিন নামক শহরটি এবারের অনুর্ধ-২০ নামক ফুটবল বিশ্বকাপের অন্যতম এক আয়োজক শহর , এবং বৃটিশ ফুটবল সংস্থা (এফ এ) একটি ভিডিও পোস্ট করেছে যা দেখাচ্ছে , কি ভাবে এই শহর ইংল্যান্ডের অনুর্ধ-২০ দলের ফুটবলারদের স্বাগতম জানাচ্ছে, যে পোস্টের শিরোনাম ‘ কলম্বিয়ার এক উন্মাদনা ভরা স্বাগতম ‘। এফএ-এর ভিডিওর স্ক্রিনশট
5ইংল্যান্ডের অনুর্ধ-২০ ফুটবল দলের খেলোয়াড়রা মেডেলিন বিমানবন্দরে নামার সাথে সাথে এক ছন্দ খুঁজে পায়, যখন তারা অবিষ্কার করে যে, কলম্বিয়ার স্থানীয় পুলিশ বাহিনী তাদের এক অভাবনীয় প্রথায় স্বাগত জানাচ্ছে।
6Medellín uka markaw siditana Copa Mundial sub-20 FIFA ukatsa, ukhamaraki Asociación de Fútbol ukasa uñist'ayawayatanawa mä widiw sub 20 uka taqirinak mä marka katuqatapatxa ‘mä luqhi katuqawi colombiana markatxa.মার্ক্সইপুনেক্স, যে কিনা মেডেলিনে বাস করে [স্প্যানিশ ভাষায়], পুলিশ যে কাজে গুরুত্ব প্রদান করেছে তার সাথে সে একমত নয়: কেবল গতকাল আমি পাঠ করলাম যে মেডেলিনের উপকণ্ঠে বাড়তি পুলিশ মজুত ছিল না, যেখানে ইদানিং ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে।
7Captura de pantalla del video de AF.কারণ পুলিশ এখন এই উন্মাদনা ভরা স্বাগত জানানোর কমিটিতে, তাদের কাজের প্রক্রিয়া নিয়ে ভয়াবহ ব্যস্ত ছিল।
8Sub 20 Inglaterran uka tama pilut takirinakapax katuqapxatanaw mä suma katuqawi Colombia markar puritapata pallapallanak tuqitxa.এছাড়াও আর্জেন্টিনা থেকে বিশ্বকাপের সংবাদ সংগ্রহ করতে আসা অতিথিরা স্বাগত জানানোর প্রথায় মুগ্ধ।
9আর্জেন্টিনার ফুটবল দলের জন্য তৈরি করা ব্লগ ব্যানফিল্ড লোকুরা [স্প্যানিশ ভাষায়]-তে তারা লিখেছে:
10Marxepunx, jaqix jakiri Medellín uka markanx, janxamakiw askïkiti jupatakix pallapallanakan luratapaxa:আর্জেন্টিনার ফুটবল দলকে যে ভাবে স্বাগত জানানো হয়ছে তা ছিল বেশ চিত্তাকর্ষক।
11Masur ukhapunirakiw ullaskayata jan pallapallanak pachanipxatapatx irnaqañataki khaysa Medellín ukhanxa kunatix ukhan wak jilxatawayi lunthatasiñanakaxa .বোগোটা, যেখানে আর্জেন্টিনার ফুটবল দল প্রথমে এসে উপস্থিত হয়, সেই একই শহর তাদের প্রাথমিক পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে।
12Kunatix pallapallanakax janixay pachanipkchitixa jupanakax katuqañakapchixaya. Amuyasinx argentinunakatakix aka Copa Mundial ukax wali kust'atxamawa.এখানে তাদের ঐতিহ্যবাহী নাচ, আঞ্চলিক গানের দল, সালসা, ক্রান্তীয় এবং এ ধরনের বেশ কিছু ছন্দের মাধ্যমে স্বাগত জানানো হয়।
13Khaysa Banfield Locura, mä blog ukanx argentino tama pilut takirinakxat, qillqapxatan akham sasa:এখানে কৌতূহল জনক বিষয় হচ্ছে এই নাচের মুদ্রা (কোরিওগ্রাফি) তৈরি করেছে মহিলা পুলিশের দল।
14ভীরু ভীরু পায়, প্রায় জোর করে তাদের এই নাচের আসরে যোগ দেবার আহ্বান তারা অস্বীকার করতে পারেনি এবং লাজুক ভাবে তারা কিছু নাচের ছন্দ তোলার চেষ্টা করে।
15Kunatix akhan jakasi ukhamarak samsusi pilut anatañax kachtas kachtas uka junt'u k'uchu Colombia markäna sasa.এই সব ঘটনা এখানে ঘটছে, কারণ এখানে ফুটবল জীবন এবং শ্বাস প্রশ্বাসের সাথে মিশে আছে, কলম্বিয়ার এই উষ্ণ ভুমির প্রতিটি কোনায় ফুটবল বাস করে।
16Uñt'aptaw, yatiptaw sarawinakxa sapa maynikiri.তারা একে অন্যের “ইতিহাসকে” নিখুঁত করার প্রক্রিয়া সম্বন্ধে জানে।
17Awyun saraxki ukhan utjiwa munasiña katuqasiña ukat kunatrak janis utxkaspasti munasiñasti.বিমানবন্দর ছিল উষ্ণতা, আর্দ্রতায় ভরা এবং কেন তা থাকবে না, আর এই ঘটনায় তাদের প্রতি তৈরি হয়েছে এক শ্রদ্ধাবোধ।