Sentence alignment for gv-aym-20111225-3332.xml (html) - gv-ben-20111206-21569.xml (html)

#aymben
1Irán: Teherán markanx embajada británica ukaruw yanqhachapxiইরান: তেহরানে যুক্তরাজ্যের দূতাবাসে হামলা
2Embajada Británica 29n uru lapaka phaxsinxa, Teherán markan waranqa waranqa jaqix embajada británica ukat arsusipxi, ukat Gran Bretaña ukax chikanchat financierunak utjk Iran markamp ukawa jark'aqani.ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে উদ্বিগ্ন হয়ে ব্রিটিশ সরকার তেহরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর গত ২৯শে নভেম্বর ২০১১ তারিখে তেহরানে ব্রিটিশ দূতাবাসের কাছে প্রায় ১,০০০ লোকের সমবেত জনতা বিক্ষোভ প্রদর্শন করে।
3Tnatachäwix ch'ujtatakinwa, sartasirinakat nayraqatax uka jach'a utaruw mantapxani. [en]কিছু অংশগ্রহণকারী কর্তৃক ভবনটি তছনছ করার পূর্ব পর্যন্ত সমাবেশ শান্তিপূর্ণ ছিল।
4Aka jan walt'awix embajada de Estados Unidos Teherán markan 1979n maran utjakan ukwa amtayi.এ ঘটনা অনেক পর্যবেক্ষককে তেহরানে ১৯৭৯ সালে মার্কিন দূতাবাস আক্রমণের ঘটনা মনে করিয়ে দেয়।
5Mä qawqha uru nayraqatakiw Irán parlamentox embajador británicor jaqsuñatak chimpuntawayapxi.সম্পর্কের অবনতি হওয়ায় কিছুদিন আগে ইরানের সংসদ ব্রিটিশ রাষ্ট্রদূতকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়।
6Akax sartasiwxat waraq videowa:বিক্ষোভের ভিডিও এখানে:
7Xcalibur, blogger iraní, línea oficial ukar jan arkapxamt sasaw ch'amachawayi, “yatiqirinaka” yanqhachirinaka saña.ইরান সরকার আক্রমণকারীদের “ছাত্র” নামে অভিহিত করে যে ঘোষণা দিয়েছে জনগণকে তা বিশ্বাস না করার জন্য ইরানীয় ব্লগার এক্সকালিবার আহ্বান জানিয়েছেন।
8Bloggerux siwa [fa]:ব্লগার বলেন [ ফারসি]
9Janiw wakiskiti yatiqirinaka sañaxa, aka yanqhachirinakaruxa.এ উশৃংখল জনতাকে ছাত্র বলা উচিত নয়।
10Yaqha blogger, Snotes, siwa [fa] paramilitares yatiqirinakawa basij embajadar jan walt'ayapk ukanakax, “viejo Zorro” sat sutinin documentunakap chhijllsupxi, ukatx británica markan wiphalap phichhantawapxi.এসনোটস নামের আরেকজন ব্লগার বলেন[ফারসি] দূতাবাসে আক্রমণকারীরা ছিল বাসিজ সংসদের ছাত্ররা। তাঁরা “দি ওল্ড ফক্স” থেকে দলিল নিয়ে আসে আর ব্রিটিশ পতাকায় আগুন দেয়।
11Rahayi Iran siwa [fa] embajada británicar yanqhachapk ukanakax terroristanakapachaw sasina.রাহায়ী ইরান বলেন [ফার্সি] ব্রিটিশ দূতাবাস যারা আক্রমণ করেছে তারা সন্ত্রাসী।
12Hamedemofidix bloguiyiwa:হামেদেমফিদি ব্লগে বলেন:
13Sajadi, mä (guardia revolucionario) embajada britanicor manti, uka jan walt'awix mä ch'axwawi ukham uñt'ataspawa.উচ্চ প্রশিক্ষিত বিপ্লবী দল সাজাদি এমনভাবে ব্রিটিশ দূতাবাসে প্রবেশ করে। এ ধরণের কাজ যে দুটি দেশের মধ্যে যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করা যায়, কারন দূতাবাসকে ব্রিটেনের মাটি বলে বিবেচনা করা হয়।
14Mä jan walt'awix Irán markan Constitución uka kuntrawa.এ ধরণের আচরণ ইরানের সংবিধানের সাথে সাংঘর্ষিক।
15A H-naderifar llakisiyiwa [fa]:এইচ- নাদিরিফার চিন্তিত [ফারসি]:
16Irán mark uka jan walt'awinakat kutiyaskpana.এ কাজের জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে।
17Mä embajadar yanqhachañax mä markar ukhamarak saminakaparus yanqhachañawa.দূতাবাস আক্রমণ মানে দেশকে আক্রমণ এবং জাতীয় প্রতীককে অপমান।
18Somayeh Tohidlou, iraní ukan activistax katuqiwa 50 jawq'antaw Teherán markan sata qallta phaxsin 2011n marana, Friendfeed ukan qilqt'i. [fa]সোমায়েহ তহিদলু, একজন ইরানীয় সক্রীয়তাবাদী যিনি তেহরানে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ৫০ টি বেত্রাঘাত প্রাপ্ত হন, তিনি ফ্রেণ্ড ফীডে লিখেন [ফারসি]:
19Pantjasipxiwa, akax 2011n maranawa, janiw 1979 maranakiti, kunawsati Estados Unidos Teherán markanx embajadar jan walt'ayapk ukha.“ তারিখের বিষয়ে কি তারা ভুল করেছে? এটা ২০১১,১৯৭৯ নয় [ সে সময় বিক্ষোভ কারীরা তেহরানে মার্কিন দূতাবাস দখল করেছিল] - এ শাসনামল ১ বছরের পুরনো নয় ৩২ বছরের পুরনো”।
2032 maraw ukax amtas janicha.