# | aym | ben |
---|
1 | | ছবি: পুলিশ কাঁদানো গ্যাস আর রাবার বুলেট ছুঁড়ে রিও'র বিক্ষোভকারীদের হটিয়ে দিল |
2 | | এই পোস্ট আমাদের “ভিনেগার বিপ্লব, ব্রাজিল“এর বিশেষ কভারেজের অংশ। |
3 | FOTOS: Rio de Janeiron pallapallanakax arsusirinakaru, sarnaqirinakaruw yanqhachapxi | এক সপ্তাহ আগের এই দিন। |
4 | Aka qhanstayäwix Brasil markan Revuelta del Vinagre ukan yäpar askinjam chiqancht'atawa. [en]. | কালেন্ডারের হিসেবে তারিখটি ছিল ২০ জুন ২০১৩। |
5 | Niya mä simana, 20 uru jayp'u mara t'aqata 2013 marana, Brasil markax wali ch'aman unxtasiwimpiw jichhapach ch'aman unxtasiwimpiw jichhapach sarapanx jan walt'ayata. | এই দিন বিকেলে ব্রাজিলে সাম্প্রতিককালের সবচেয়ে বড়ো প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। যা পুরো দেশকেই নাড়িয়ে দিয়েছে। |
6 | Rio de Janeiro uksana, marka taypitpach markachirinakax sumak unxtasiwinakampix mä jach'a tantachäwir puriñkam sarantasipkana, ukatx unxtasiwinakax jak'ankir markachirinakampiw yapxattasipxäna, ukjamat unxtasirinakamp pallapallanakampix jan walt'awin tupthaptasax yanqhachawinakampiw tukuwayapxana [pt]. | রিও ডি জেনিরো শহরতলির মেয়র অফিসের সামনের এই প্রতিবাদ কর্মসূচী ছিল খুবই শান্তিপূর্ণ। অল্প সময়েই তা মেয়রের অফিস ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আশেপাশে। |
7 | | তবে এই শান্তিপূর্ণ কর্মসূচী শেষ হয় পুলিশ আর বিক্ষোভকারীদের ভয়ানক সংঘর্ষের মধ্যে দিয়ে [পর্তুগিজ]। |
8 | | সরকারি হিসেবে রিও ডি জেনিরোর প্রতিবাদ কর্মসূচীতে ৩০০,০০০ মানুষ যোগ দিয়েছিলেন। |
9 | Sumpachax Rio de Janeironx niya 300.000 jaqinakaw unxtasiwimpix mayacht'asipxana. | এদের মধ্যে ছিলেন ব্রাজিলের ফটোগ্রাফার ক্যালে। |
10 | | তিনি সেই দিনে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর পুলিশের নির্বিচারে রাবার বুলেট, কাঁদানো গ্যাস আর মরিচের গুঁড়া নিক্ষেপের ছবি তুলে রেখেছেন। |
11 | Ukjamatw brasileño Calé [pt] jupa jamuq apsurix kunjamtiy pallapallanakax balas de goma, ukat gases lacrimógenos uka jiq'inakamp unxtasirinakar yanqhachatw jamuqanak uñacht'ayani. | গ্লোবাল ভয়েসেস অনলাইনের জন্য ক্যালের তোলা পুলিশি নির্যাতনের ছবি দেয়া হলো: |
12 | Jä ukjamat Calé jupan yatiyäwinakax jamuqanakamp chikt'at ajllt'ata, Global Voices Online ukataki: | বিক্ষোভের শুরুর দিকে মেয়র অফিসের সামনে জনতা নাচছে, গাইছে। |
13 | Nayraqatax unxtasïwinx jaqinakax thuqupxanwa, ukatx jacha tantachäwir sarkasax kusisitapxanwa, kusisiñaw utjana. | এ এক আনন্দময় মুহূর্ত। ছবি: ক্যালে। |
14 | Jamuqa: Calé, qhanstayäwix yatiyatawa. | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। |
15 | Nayrïr arumax Río ukanx unxtasiwinakx jamasat uñjtwa, ukat uñjaraktw kunjamtix pallapalllanakax gases lacrimógenos ukat balas de goma ukanakx apnaqapkan ukxa, ukjamat Río de Janeiro uka taypi calle-nak jaytjapxañapataki, ukanx yanqhachawix qhananw irptir p'iqinchirina. | গত রাতে আমি রিও'র বিক্ষোভ কভার করি। সেখানে আমি দেখলাম, পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে তুলে দিতে রাবার বুলেট, কাঁদানো গ্যাস নিক্ষেপ করছে। |
16 | Mä phiñasit qutucht'atanakax partido de izquierda ukan arkirinakampiw nuwthaptawayapxi, pallapallanakax janiw jank'ak arxatkanti, ukatx janiw khitirus taripkanti. | এটা ক্ষমতার অপব্যবহারের নির্লজ্জ উদাহরণ। একদল উচ্ছশৃঙ্খল যুবক বামপন্থী সমর্থকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। |
17 | | কিন্তু পুলিশ দীর্ঘসময় ধরে তা তাকিয়ে দেখে, সংঘর্ষ থামাতে কোনো পদক্ষেপই নেয় না। |
18 | | তাদের কাউকেই গ্রেফতার করেনি। |
19 | Jamuqa: Calé, qhanstayäwix yatiyatawa. | ছবি: ক্যালে। |
20 | Unxtasïwix sumaki, ukat k'uchhiki ukjamanwa, jilpach urunakax anata phust'awinakampiw jaqinakax pankartanak apt'asis mayipxana. | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। বিক্ষোভের বেশিরভাগ অংশই ছিল শান্তিপূর্ণ, আনন্দ-উদ্দীপনামূলক। |
21 | Juk'akiw jan walt'awinakax mä qawqha qutucht'at partido de izquierda ukanakamp tupthaptäwinakax utjana, ukatx yaqhip waynanakax janiw unxtasiwir yanqhyachat munapkanti, ukats janirakiw ni mä partido político ukarus mayachatañ munapkiti. | তারা উৎসবের গান গাইতেছিল, বিক্ষোভে যোগদানকারী বিভিন্ন বয়সী সবার হাতে ছিল জাতীয় পতাকা আর দাবি-দাওয়ার পোস্টার। |
22 | | বামপন্থী রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকলে বিক্ষোভ কর্মসূচী নিয়ে সবাই বিভ্রান্ত হতে পারে ভেবে তরুণ'রা বামপন্থী সমর্থকদের সাথে বাদানুবাদে লিপ্ত হয়েছিল। |
23 | | এটা বাদে পুরো বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। |
24 | Mä usuchjat chachax unxtasiwinx unxtasirinakampiw yanapt'ata. | একজন ব্যক্তি আহত হয়েছেন। অন্যরা তার সেবা করছে। |
25 | Jamuqa: Calé, qhanstayäwix yatiyatawa. | ছবি: ক্যালে। |
26 | Pallapallax jaypachat uñjirjam purini, ukat kimsa motonakw jan walt'aw uñakipañatak khitanitayna. janiw khitis taripatakiti, ukat yaqhip jaqinakax usuchjataw jikjxatasipxana, ukjamat yanqhachirinakar uñt'ayañataki. | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। আশ্চর্যজনকভাবে পুলিশ প্রতিক্রিয়া দেখাতে অনেক দেরি করে। |
27 | Unxtasirinakax pallapallanakan nayraqatapan wal sayantapxi, jan walt'awit jark't'añataki, ukjamat unxtasiw sumat uñjañataki. | প্রথমে তারা মাত্র তিনটি মোটরবাইক করে এসে দেখে কি হচ্ছে, সম্ভবত রিপোর্টের জন্য। |
28 | Jamuqa: Calé, qhanstayäwix yatiyatawa. | কাউকেই তারা গ্রেফতার করেনি। |
29 | Kunawsatix wljt'at waranqaninakaw unxtasirinakax jach'a plaza tantachäwir purintapkan ukhax walt'ataniw pallapallanakax jach'a utxa uñjapxana, pallapallanakax nayraqatajan muyuntatapxanawa. | এমনকি কিছু লোকের তখনও রক্ত ঝরছিল, হামলাকারীরা সামনেও ছিল। সংঘর্ষ এড়াতে একদল বিক্ষোভকারী পুলিশের সামনে মানববন্ধন রচনা করে। |
30 | Unxtaïwi p'iqtirinakax wali ch'amampiw pallapallanakan nayraqatapajan sayantapxan jan chaxwthaptaw utjañapataki, ukjamat unxtasiwinakax sumat uñjatañapataki. | তারা বিক্ষোভ কর্মসূচীকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করে। ছবি: ক্যালে। |
31 | | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। |
32 | | জনতা মেয়র অফিসের সামনে চারদিকে ঘিরে দাঁড়ালে পুলিশ মেয়র অফিস রক্ষায় মনোযোগ দেয়। |
33 | Culturista Gabriel Campos jupax pallapallan qaqilup jamp'atiski, mä ch'axwthapiw utjayañata. | অশ্বারোহী পুলিশের দল গেটের সামনে দাঁড়ায়। |
34 | | এদিকে সংঘর্ষ এড়াতে বিক্ষোভকারীদের নেতারা পুলিশের সামনে মানববন্ধন রচনা করে। |
35 | | যাতে উচ্ছশৃঙ্খল কেউ চমত্কার এই বিক্ষোভ কর্মসূচীকে বানচাল করতে না পারে। |
36 | | শান্তি বজায় রাখার স্বার্থে বডিবিল্ডার গ্যাব্রিয়েল ক্যাম্পোস একজন অফিসারের ঘোড়াকে চুমু দিচ্ছেন। |
37 | Jamuqa: Calé, qhanstayäwix yatiyatawa. | ছবি: ক্যালে। |
38 | Arsusirinakax mayiwinakapampix jach'a tantachäw nayraqatanx sumakiw ukankapxi, ukat 29 maraniruw pallapallax thaqhi, Gabriel Campos ukjam sutiniwa, kunawsatix pallapallanakax qaqilunakapankaskan ukhaw sutichjatayna, ukat jaqix ukhjat jithiqtañapatakix mayipxataynawa. | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। মেয়র অফিসের সামনের বিক্ষোভকে শান্তিপূর্ণ রাখতে পেরেছিলেন বিক্ষোভকারীরা। |
39 | | কিন্তু ২৯ বছর বয়সী বডিবিল্ডার গ্যাব্রিয়েল ক্যামপোস ঘোড়ার উপর বসে থাকা পুলিশ অফিসারদের অপমানজনক কথাবার্তা বললে পরিস্থিতি অশান্ত হয়ে উঠে। |
40 | Mä juk'itanwa, unxtasirinakax pallapallanakarux jan kuna walt'aw juk'am utjañapatakix taripatañap mayipxatayna. | এতে করে জনতা ক্ষেপে গিয়ে তাকে সেখান বের হতে বলে। |
41 | Ukat arsusirinakax k'ullut lursut mä escudo uka chipjam apnaqapxana, ukatx pallapallanaktuq qalanakampiw jaqtapxana. | এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে তাকে গ্রেফতার করতে অনুরোধ করে। |
42 | Jamuqa: Calé, aka qhanstayäwix yatiyatawa. | যদিও ততক্ষণে সেটা অনেক দেরি হয়ে গেছে। |
43 | Unxtasirinakax amparanakapampiw justicia ukx lurañ munapxana, ukat mä chaxwawiw jarartäna. | বিক্ষোভকারীরা কাঠের তক্তার আড়াল নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ছে। |
44 | Ukax pallapallanakatak mä suyt'ayawinwa. | ছবি: ক্যালে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। |
45 | Ukjamat nayrir jan walt'aw utjatapatx pallapallanakax mäkiw gases lacrimógenos ukat balas de goma ukanakampix arsusirinaktuqx illaptas antutanipxana. | কোনো সাড়া না পেয়ে বিক্ষোভকারীরা আইন নিজের হাতে তুলে নেয়। এবং রণে ভঙ্গ দেয়। |
46 | Sustkañanwa, ukch'añkamax jaqix pallapallat qhispinwa. | আর পুলিশ এটার জন্যই যেন অপেক্ষা করছিল। |
47 | | বিশৃঙ্খলা শুরু হওয়া মাত্রই তারা বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে কাঁদানো গ্যাস, রাবার বুলেট ছোঁড়ে। |
48 | Jamuqa: calé, jupan qhanstayawix yatiyatawa. | জনতা পুলিশ থেকে দূরে পালাচ্ছে। ছবি: ক্যালে। |
49 | Mä ukch'anx jach'a tantachäwirux niyapuniw mantapxi, jaqinakax wali phiñasitapxanawa, ukat qalanakamp lawanakampiw pallapallanaktuq kutt'ayañ qalltapxana. | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। মেয়র অফিস আক্রমণ করার কোনো কারণই ছিল না। |
50 | Ukatx ukjam jach'a yanqhachaw pallapallanakan utjatapaxa: jan walt'awit wakicht'at tamanakax centro de Río ukan callenakapw ch'usa uñjañatak wakicht'asipxi, barrio bohemio de la Lapa ukhata, 2,5 km ukha jayankiwa. | জনতা ক্রুদ্ধ হয়ে লাঠি এবং ইট নিয়ে পুলিশের সাথে যুদ্ধে লিপ্ত হয়। তারপরেই ঘটে গত এক দশকের মধ্যে পুলিশের ক্ষমতা অপব্যবহারের সবচেয়ে বড়ো ঘটনা। |
51 | Jaysatata, walja alxañ utanakaw ukat jach'a utanakas lunthatataw ch'us uñjasi ukhama, ukat PresidenteVargas uka jach'a thakinw apsutäna. | বিক্ষোভকারীদের রিও'র শহরতলীর রাস্তা থেকে হটিয়ে দিতে চোকিউ এবং বোপ-সহ স্পেশাল ফোর্স নামে। |
52 | | উল্লেখ, রিও'র থেকে আড়াই কিলোমিটার দূরে শহরতলী লাপা'য় জনতা বিক্ষোভ করছিল। |
53 | | এর প্রতিবাদে প্রেসিডেন্ট ভারগাস অ্যাভিনিউয়ের দোকানপাট, বাড়িঘর ধ্বংস ও লুটপাট হয়। |
54 | Pallapallanakax t'una uchañanak nakhaski ukanjamw makipawayapxi, ukch'añkamax jaqhipa jach'a utanakax Presidente Vargas uka jach'a thakinjam yanqhachat uñjasiwayi. | প্রেসিডেন্ট ভারগাজ অ্যাভিনিউয়ের বিধ্বস্ত ভবন পেরিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: ক্যালে। |
55 | Jamuqa: Calé, jupan uñstayawipax yatiyatawa. | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। |
56 | | সংঘর্ষ থেমে গেলেও মেয়র অফিস থেকে অনেক দূরে যেসব শান্তিপ্রিয় বিক্ষোভকারী বাড়ি ফিরছিলেন, পুলিশ তাদের ওপর কাঁদানো গ্যাস ছোঁড়ে। |
57 | Ukjamat tukuyipanx pallapallanakax gases lacrimógenos ukampix illapt'as antutaskakinw arsusirinaktuqixa, ukatw jupanakax utanakapar kut'xapxana, jach'a tantachäw jayana. | এসময়ে শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের বাড়ি ফেরার কোনো রাস্তাই থাকে না। |
58 | Janiw amuyañjamakant jaqinakaxa, ukatw utanakapar kut'xapxana. | সাবওয়ে স্টেশন বন্ধ করে দেয়া হয়। |
59 | Metro ukax jist'antätanwa, ukat jaqinakax kayuchasaw jan walt'awitx mistxapxana. | প্রত্যেক পায়ে হেঁটে সংঘর্ষস্থল থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। |
60 | Mä callena alxasirix gas lacrimógeno jiwqi tukuyatatx samsuñ yant'ana, ukch'añkamax pallapallanakax kutt'anipxanw yanqhachañataki, ukat balas de goma, gases lacrimógenos ukanakampiw illapt'as antutanipxana. | পুলিশের নির্বিচারে কাঁদানো গ্যাস, রাবার বুলেট নিক্ষেপে অনেক নিরপরাধ মানুষ আহত হয়। রাস্তার এক দোকানদার কাঁদানো গ্যাসে আক্রান্ত একজনকে সাহায্য করছে। |
61 | Jamuqa: Calé, jupan qhanstayäwix yatiyatawa. | ছবি: ক্যালে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। |
62 | | একদল জনতা ক্যারিকোয়া স্টেশনে গেট খোলার জন্য অপেক্ষা করছিল। |
63 | | এমন সময়ে সেখানে পুলিশের স্পেশাল ফোর্স অ্যাভেনিদা রিও ব্রাঙ্কো সেখানে আসে। |
64 | | স্টেশনটির অবস্থান পেডেস্ট্রেরিয়ান অ্যাভিনিউয়ের পেডেস্ট্রেরিয়ান কড়িডোরে। |
65 | Estaciones de metro ukax jist'antätanwa, taqpachaniw anqaxar jan walt'awtuqit mistxapxana. | পুলিশ চলে গেলে জনতা তাদেরকে “কাপুরুষ, …. বেজন্মা” বলে গালি দেয়। |
66 | Ukat mä qutucht'atax estación dela Carioca ukan punkup jist'arasiñap suyapxana, uakt kunawsatix Río Branco uka jach'a thakranjam pallapallanakax mäkipawayapk ukhax mayniw art'asi “Cobardes, hijos de p…” ukatx pallapallanakax jank'akiw kutt'anisinx gases ukanakampix jaqinaktuqix illapt'as antutt'anipxi. | গালি শুনেই পুলিশ ফিরে এসেই তাদের ওপর কাঁদানো গ্যাস ছোঁড়ে। পুলিশের স্পেশাল ফোর্স অ্যাভেনিদা রিও ব্রাঙ্কো সবাইকে রাস্তা থেকে ঝেটিয়ে বিদায় করে দেয়। |
67 | Rio Branco uka thakinjam pallapallanakax sarxapxi. | ছবি: ক্যালে। |
68 | Jamuqa: Calé, qhanstayawix yatiyatawa. | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। |
69 | Ukat jank'akiw metron irnaqirinakax mä jisk'a punkx jist'arapxana, ukar jaqinakax mantapxañapataki, ukanx jaqinakax jan kawksar mistsuñ utjipan katjatapxanwa, gases ukamp antutatapxanwa. | সাবওয়ের একজন কর্মচারী খুব দ্রুত ছোট্ট একটি গেট খুলে দেন। কিন্তু জনতা সেখানে ঢুকে ফাঁদে পড়ে যায় যেন। |
70 | Manqhanx waljaniw jan walt'ayat axchkatapxana, ukat pampar jaqnuqat ukjamanakaw utjana. | কারণ সেখানটা ছিল কাঁদানো গ্যাসে পূর্ণ। |
71 | Jaqix estación de metro de la carioca ukhat pallapallanak Río Branco uka thakinjam uñjasax mäkiw amparanak aytapxan jan ch'axwthaptañ utjañapataki. | সবার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সিঁড়ির নিচে গিয়ে অনেকে বমি করেন। |
72 | | অ্যাভেনিদা রিও ব্রাঙ্কো যখন ক্যারিয়োকা স্টেশন পার করে যাচ্ছিল, জনতা তাদের দেখে হাত উঠিয়ে শান্তি রক্ষার ভঙ্গি করে। |
73 | Jamuqa: Calé, qhanstayawix yatiyatawa. | ছবি: ক্যালে। |
74 | Waljaniw unxtasiw nayrir jan walt'awin jaytxañ amtxapxana, ukat barrio de la Lapa uksaruw cerveza umxatir sarxapxana, ukawjax amuyatatx kusjamakinw jan khitins uñjkaña. | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। বিক্ষোভে অংশ নেয়া অনেকেই বিক্ষোভস্থল ত্যাগ করে পাশেই লাপায় যায়। |
75 | | সেখানে গিয়ে তারা বিয়ারের খোঁজে রেস্টুরেন্টে ঢোকে। |
76 | Ukat akatjamatw pallapallankax uksatuqir puripxana, ukat jaqix umañ utanakankapxanwa, ukch'añkamax kallinakanx jan walt'awix sumt'ayanwa. | তাদের ভাবনা ছিল, এই জায়গা নিরাপদ। এ সময়ে পুলিশের একটি দল সেখানে ঢুকে পড়ে। |
77 | Ujamat jaqinakax pallapallanakar sutichjañ qallantapxana, ukatw gases lacrimógenos ukanak jach'a utanaktuq illapt'as antutanipxana, jani kuna amuyasa. | তারা রেস্টুরেন্টে এবং বারের মধ্যে রাস্তায় অমন তাণ্ডব চালানোর জন্য জনতার তোপের মুখে পড়ে। |
78 | Pallapallanakax gases lacrimógenos ukanak arsusirinaktuq illapt'anipxi, jupanakax estación del metro ukhan suyasipkana. | পুলিশ এ সময়ে পুলিশ বাছবিচার বিহীন ভাবে ভবনের মধ্যে কাঁদানো গ্যাস ছোঁড়ে। |
79 | | সাবওয়ে স্টেশনে গেট খোলার জন্য অপেক্ষারত শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের ওপর কাঁদানো গ্যাস ছোঁড়ে পুলিশ। |
80 | Metron irnaqirinakax maysatuqin mä punku jist'arapxana, ukjamat jaqinakax imantasipxañapataki, ukanx jaqinakax jan kawksar mistsuñ utjipan katjatapxanwa, ukat gases ukamp antutatapxanwa. | জনতাকে রক্ষা করার জন্য একজন সাবওয়ে কর্মী পাশের একটি গেট খুলে দেয়। কিন্তু সাবওয়ের ভেতরটা ছিল কাঁদানো গ্যাসে ভর্তি। |
81 | Manqhanx waljaniw pampar jaqnuqatapxana, náuseas ukanakmpi. | অনেকেই সিঁড়ির নিচে গিয়ে বমি করে। |
82 | Jamuqa: Calé, qhanstayawix yatiyatawa. | ছবি: ক্যালে। |
83 | Unxtasïwinx vándalos ukjamanakax utjanwa, yanakw nakhantayapxan ukat wikhapxan ukjama, jilpachax Presidente Vargas uka thakinjam utjanxa, niya jach'a ayuntamiento ukhana. | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, বিক্ষোভের সময় অনেক ধ্বংসাত্মক কাজকারবার হয়েছে। |
84 | ¿ukjamax kunats pallapallanakax marka tayppachan unxtasipxi, alaq jaqinakar illapanakapamp apkatapxpacha? | অনেক ঘরবাড়ি ভাংচুর হয়েছে, পোড়ানো হয়েছে। |
85 | Tantachawinakana, medios sociales ukanakan jichhax jaqix arsuw axsarañat kallinakar arsusir mistsuña, yaqhipanakax munapxiw unxtasiw tukusxañapa. | তবে সেসবের বেশিরভাগই হয়েছে মেয়র অফিসের কাছে প্রেসিডেন্ট ভারগাজ অ্যাভিনিউতে। |
86 | P'iqir mä aruw pallapallat arsuñ jutitu: terrorismo de estado ukjama. | তাহলে পুলিশ কেন অন্যান্য এলাকার সাধারণ মানুষের ওপর আক্রমণ করছে? |
87 | Pallapallanakax t'una uchañanak nakhan ukanjam makipawayapxi, yaqhipanakax jach'a utanakar yanqhachañ Presidente Vargas uka jach'a thakinx qalltapxana. Jamuqa: Calé, qhanstayawix yatiyatawa. | বিভিন্ন জমায়েতে এবং সোশ্যাল মিডিয়ায় জনগণ এখন বিক্ষোভে যোগ দিতে ভয় পাওয়া নিয়ে কথা বলছে। |
88 | Aka qillqatan taqpacha jamuqanakax Calé jupan qhanstayatawa. | আবার অনেকের এর বন্ধ চাইছেন। |
89 | | আমার মাথায় একটাই ভাবনা এসেছে, আমাদের পুলিশ যে ব্যবহার করেছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস। |
90 | Ukampirus jupax jamuqanak apsurjamaw irnaqi, ukatx proyectos artísticos ukhamanak uraqpachan wakt'ayi. | এই পোস্টে ব্যবহৃত সব ছবিই তুলেছেন ক্যালে। |
91 | Yaqhipa jamuqatanakapax reportaje ukan uñjasispa: Buscadores (Seekers) [en] (Seekers), Ateliê da Imagem [br] Río de Janeiro uksan qhanstayata. | তার অনুমতি নিয়েই পোস্টে ব্যবহার করা হয়েছে। তিনি কর্মাশিয়াল ফটোগ্রাফার হিসেবে কাজ করেন। |
92 | Qhanstayawix “Buscadores” ukanx maynitkam uñacht'ayi Dinamarca, Rusia, Argentina ukat Bolivia uka markanakana, ukatx EE. | বিশ্বের বিভিন্ন জায়গায় শৈল্পিক এবং লেখনী প্রজেক্টে কাজ করেছেন। |
93 | UU, Irlanda uka markanakans ukjamarakiw qutucht'at mayacht'asipxana. | তার কিছু ছবি নিয়ে একটি সিরিজ আছে। সিরিজটির নাম সিকার্স। |
94 | Mä arsusirix jan walt'aw taypin sumankañ utjañap mayi. Jamuqa: Calé, qhanstayawix yatiyata. | রিও ডি জেনিরোর অ্যাটেলিয়া দ্য ইমাজেম-এ তার ছবি দেখতে পারেন। |
95 | | সিকার্স সিরিজের ছবি নিয়ে ডেনমার্ক, রাশিয়া, আর্জেন্টিনা এবং বলিভিয়ায় একক প্রদর্শনী হয়েছে। |
96 | | তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডে যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। |
97 | Aka qhanstayäwix Brasil markan Revuelta del Vinagre ukankirinakaw suma yanapt'asinipxi. | সংঘর্ষের সময়ে একজন বিক্ষোভকারী শান্তির বার্তা নিয়ে যাচ্ছেন। |
98 | [en]. | ছবি: ক্যালে। |
99 | | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। |