# | aym | ben |
---|
1 | “Gaza markanx bombanakax jallur uñtataw waraqtäna” | |
2 | Gazan markachirinakax arumpachaw uñaqasipkäna. | “গাজায় বৃষ্টির মত বোমা পড়ছে” |
3 | Israel markan markachirinakax Palestina thiyar bombamp churt'asipkäna. Ukatxa, paypachaniw, Gazamp Israelamp, ninamp churt'asipxäna. | গাজাবাসীরা এক বিনিদ্র রাত কাটিয়েছেন যখন ইজরায়েল ফিলিস্তিনি অংশে ক্রমাগত বোমা ফেলে গেছে। |
4 | Militaranakan p'iqinchiripax Gaza markan Hamás satawa. Kunawsatix masürunx uka markan jupax mä lata jamach'inkaskän ukjaw jiwayapxi. | গতকাল (১৪ই নভেম্বর) এক বিমান হামলায় হামাস সামরিক নেতা আহমেদ আল জুবেরীর মৃত্যুর পর ইজরায়েল এবং গাজার মধ্যে বন্দুকের গুলি বিনিময় শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে - যার জের এখনও চলছে। |
5 | Ukjampachaw paypach markanakax nuwasisipkanawa. Prensan yatxatawix yatiyi: 13n Gaza markachirinak jiwapxi, ukhamarak kimsa Israel markachirinak jiwapxarakiwa. | পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চলমান এই সংঘর্ষে এ পর্যন্ত ১৩ জন গাজাবাসী এবং তিনজন ইজরায়েলী মৃত্যুবরণ করেছে। |
6 | Thuythiranx, EbaaRezeq Palestinan jiwirinakar yatiyi: | টুইটারে এবা রেজাক ফিলিস্তিনি শহীদদের কথা বলছেন: |
7 | @Gazanism: 15n jiwatanaka (ukanakanx kimsa wawa, mä ispa wawa usur warmi, ukhamarak pä achachila), ukampirusa, 140 usuchat jaqinaka #Gaza. | @Gazanism (গাজানিজম): মৃতের সংখ্যা এ পর্যন্ত - ১৫ জন শহীদ (যার মধ্যে তিনজন শিশু, একজন পোয়াতী নারী এবং দুজন বৃদ্ধমানুষ), আর আগতের সংখ্যা ১৪০ এর অধিক #গাজা |
8 | @KhaledShawa mä fotografía kunanx vecinopan nakhantaskir utap uñachayi, kunatix Israel markaw mä bomba ukjar jaqtatayna. | খালেদ শাওয়া তার পড়শীর বাড়ির ছবি প্রকাশ করেছেন যা ইজরায়েল কর্তৃক বোমা ফেলার পর জ্বলছে। ছবি @KhaledShawa(খালেদ শাওয়া) এর সৌজন্যে। |
9 | Foton creditopa:@KhaledShawa | ওয়ায়েল উদা তার চারপাশে বোমার তীব্রতার কথা বলছেন: |
10 | @WillOuda: zumbidonakax taqituqin sum ist'asi…wali ch'amapunimpiw p'iqipatkam jalamukuyi. | @WillOuda (উইলউদা): ড্রোন বোমাগুলো যেন বসার ঘরে হেঁটে হেঁটে ঢুকছে.. এতই বিকট শব্দ মাথার উপরে। |
11 | #Gaza. | #গাজা |
12 | Yaqha thuythiyiwunx, qhipa jan walt'awinak jaqin coste yatiyi. | আরেকটি টুইটে তিনি চলমান সহিংসতার মানবিক মূল্যের কথা বলছেন: |
13 | @WillOuda: 14ni-15n jiwatanaka, ukhamarak 120 juk'amp usuchjatanaka. | @WillOuda(উইলউদা): মৃতের সংখ্যা: ১৪-১৫ এবং আহতের সংখ্যা ১২০ এর ও বেশী #গাজা। |
14 | #Gaza. Gaza siendo atacada. | গাজা আক্রান্ত, ছবি টুইটার থেকে @journeytogaza (জার্নি টু গাজা) এর সৌজন্যে। |
15 | Foto compartida por @journeytogaza en Twitter | এবং মাজেদ আবুসালামা জানাচ্ছেন: |
16 | @MajedAbusalama: Jichhax Gaza markan alayawjan bombanakax jalljam jalaqanipxi. # #GazaUnderAttacks | @MajedAbusalama: উত্তর গাজায় বোমা পড়ছে যেন বৃষ্টির মত #গাজাআক্রান্ত |
17 | Abu Omar mä vídeo surrealista “Los niños de Gaza juegan al fútbol a pesar del bombardeo” ukham sat YouTubetuqin uñachayi. | অন্যদিকে আবু ওমর একটি অদ্ভুৎ ভিডিও তুলে দরেছেন যেখানে দেখা যাচ্ছে যে গাজার কিছু শিশু বোমাবর্ষণের মধ্যে ফুটবল খেলছে: |
18 | Qhipan bombanakax jalaqasipki, ukhampach wawanakax piqump anatasipkirakiwa, uk videonx uñachayi. | এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের খেলার সময় পেছনের দিকে বিষ্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। |
19 | Ola Anan siwa: | ওলা আনান বলছেন: |
20 | @olanan: #GazaUnderAttack ¡Ukhampacha, mä wawa tamax thakin piqump anatasipkiwa! | @olanan (ওলা আনান): #গাজাআক্রান্ত অথচ কতিপয় শিশু রাস্তায় ফুটবল খেলেই যাচ্ছে! |
21 | ¡Uraqi, jakañ yatichasipxsmawa. | বিশ্ব দেখ এই আমাদের জীবন! |
22 | MajedAbusalama saraki: | এবং মাজেদ আবুসালামা যোগ করছেন: |
23 | @MajedAbusalama: Gazan moralasax jach'askiwa. | @MajedAbusalama (মাজেদ আবুসালামা): গাজায় আমাদের মনোবল চাঙ্গা রয়েছে। |
24 | Taqi kuna tukjañapanx tukjapxam jaytapxañäniwa, ukhamarak wawanakasar jiwayañapanx jiwayapxpan jaytapxarakiñäniwa. | তাদের সবকিছু ধ্বংস করতে দাও, আমাদের সন্তানদের হত্যা করতে দাও, কিন্তু তারা কখনই আমাদের ইচ্ছাশক্তি বা স্বপ্নকে হত্যা করতে পারবে না। |
25 | Jan ukasti, janipuniw kunampis voluntadasamp sueñosampir chhaqtayapxkätati. | খোদার ইচ্ছায় আমরা স্বাধীন হবই! মানুষ একটি বেকারীর বাইরে ভীড় করছে। |
26 | ¡Dios tatan voluntadapamp tukuyaspana! | ছবি টুইটার থেকে @sarahussein (সারা হুসেইন) এর সৌজন্যে। |
27 | La gente hace cola en la puerta de una panadería para comprar pan en Gaza. | ইতিমধ্যে সাংবাদিক সারা হুসেন, যিনি গাজায় প্রবেশ করতে পেরেছেন, একটি ছবি শেয়ার করেছেন। তিনি টুইট করেছেন: |
28 | Foto compartida en Twitter por @sarahussein | @sarahussein (সারা হুসেন): yfrog.com/nws02mjj #গাজায় বেকারীর বাইরে লাইন। |
29 | Sara Hussein, janalaph yatxatirix, jichhaw Gaza markathiyat purintaski. | মানুষ খাদ্য সংকটের আশংকা করছে #ইজরায়েল #ফিলিস্তিনি |
30 | Jupaw mä jamuqan jaqinak mä t'ant'a lurir uta punkun philasisipki, ukham uñachayi. | |
31 | Jupax thuythiyiwa: | এখন কি? |
32 | @sarahussein: yfrog.com/nws02mjj #Gaza markan mä t'ant'a lurir uta punkun philasisipkiwa. | জার্নি টু গাজা ভাবছে যদি ইজরায়েল কর্তৃক একটি আক্রমন হয়: @journeytogaza (জার্নি টু গাজা): ইজরায়েলী ক্যাবিনেট কর্তৃক গাজায় সামরিক অভিযানের কোন খবর হয়েছে কি? |
33 | Manq'anak q'altaspa, uk jaqinakax lup'ipxi. | |
34 | #Israel #Palestinians Jichhasti? | টুইটার হ্যাশট্যাগ: |
35 | Journeyto Gazax uraqin invasionax utjaspati, sas sikhisi: @journeytogaza: gabinetet yatxatawix utjiti #Israeli [Israelí] #Gaza markan uraq invasionax qalltaniti, janich utjkani. | টুইটারের নিম্নলিখিত হ্যাশট্যাগ গুলি দেখতে পারেন আরও তথ্যের জন্যে: #PrayForGaza (#গাজারজন্যেপ্রার্থনা), #GazaUnderAttack (#গাজাআক্রান্ত) and #Gaza (#গাজা). |
36 | Thuythirin etiquetanaka: | আরও পড়ার জন্যে: |
37 | Thuythiranx yaqha aruskipawinak yatiñatak, etiquetanak uñjapxam: #PrayForGaza, #GazaUnderAttack ukat#Gaza. Yaqha ullart'äwinaka: | মন্ডোওয়াইস: দুইটি নতুন তথ্যভান্ডার: গাজায় ইজরায়েলী হামলার সময়সূচী এবং অস্ত্রবিরতি ভাঙ্গায় ইজরায়েলের রেকর্ড। |
38 | Mondoweiss: Pä machaq utjiri[en] | |
39 | The Guardian: Israelan ukhamarak Gazan militantenakax jiwatanak turkapxi, Irpa [en] jichhachawi [en] | দা গার্জিয়ান: ইজরায়েল এবং গাজা সন্ত্রাসীদের মারনঘাতী সংঘর্ষ - সাম্প্রতিক খবর |