# | aym | ben |
---|
1 | | তিন রাজার নিউ ইয়র্ক ভ্রমণ |
2 | | তিন রাজা এলেন আর গেলেন, কিন্তু তা ৪ জানুয়ারি, এক সাধারণ রৌদ্রোজ্জ্বল সকালে নিউ ইয়র্কে মিউজিও ডেল ব্যারিও কর্তৃক আয়োজিত প্যারেডে শত শত শিশুদের সাথে উদযাপন না করে নয়। |
3 | | ক্রিসমাসের উৎসব, যার ইতিহাস ও ধর্মীয় ভাবধারা যথেষ্ট জটিল (খ্রিস্টবাদের মতই), সেটি কয়েক শতাব্দী ধরেই ক্যারিবিয়ান ও ল্যাটিন আমেরিকান সংস্কৃতি ঐতিহ্যের অংশ। |
4 | | পুয়ের্তো রিকোতে, উদাহরণস্বরূপ, তিন রাজার আগমনের পূর্বে, শিশুরা একটি জুতার বাক্সে পরবর্তী দিনের উপহারের জন্য ধন্যবাদ জানিয়ে মেলকর, গাসপার, আর বালতাসারের ঘোড়ার জন্য ঘাস ফেলে রাখে। |
5 | Nueva York markan Kinsa Reyes Magos ukan saräwinakapa | প্রকৃতপক্ষে, বছরের পর বছর ধরে এই ঐতিহ্যটি সৃজনশীল ধারায় পরিবর্তিত হয়েছে। |
6 | | যেমন, তিন রাজা ঘোড়ার পিঠে চড়ে পৌছান, উটের পিঠে নয়, এবং তাদের নিয়ে সান্তেরোসরা (ধর্মীয় চিত্রের কারিগর) প্রতিশ্রুতির [স্প্যানিশ ভাষায়] মাধ্যমে উদযাপন করে যা উৎসাহ ও আনন্দের উৎস। |
7 | | নিঃসন্দেহে পুয়ের্তো রিকান আর ল্যাটিন আমেরিকান সমাজ যারা নিউ ইয়র্কের মত নগরে জীবিত ও সক্রিয় তারা বিশেষ করে শিশুরা কখনোই অত্যন্ত উৎসাহের মাধ্যমে দিনটিকে উদযাপন করতে কখনো থেমে থাকে নি। |
8 | | এতই বেশি যে পূর্ব হারলেমের সড়কগুলো ঘোড়ার গাড়ির চলন, পেরুভিয়ান নাচ, ক্যাপোইরা, দৈত্যাকার পুতুল আর এমনকি দুটো উটের পদচারণায় অচল হয়ে গিয়েছিল যেগুলো নিউ জার্সির একটি পবিত্র স্থান থেকে আগত। |
9 | | এখানে আমরা পুয়ের্তো রিকান শিল্পী জোসে গুয়ারিওনেক্স কর্তৃক তোলা কিছু ছবি দিয়েছি যেখানে এ উৎসবের মাঝে কিছু মুখ তুলে ধরা হয়েছে। |
10 | Reyes magonakax sarxapxiwa, Nueva York markanx janïri riyinak sarkipanx Museo del Barrio ukanx walja jisk'a wawanakampiw mä phunchhaw lurapxi 4 uru aka chinuqa phaxsina. | পূর্ব হারলেমে জন্মগ্রহণকারী ও বসবাসকারী এক কবি, জেসাস “পাপোলেতো” মেলেন্ডেজ প্যারেডে রাজা হিসেবে নির্বাচিত হয়েছেন। নৃত্যশিল্পীদের ঐতিহ্যবাহী পেরুভিয়ান সঙ্গীত পরিবেশনা। |
11 | | অসভালদো গোমেজ তার অপূর্ব উপস্থিতির মাধ্যমে আমাদের আনন্দিত করেছেন। |
12 | Aka amtäwix nayrja maranakatpachw utji. | আমরা এই ছবিতে বাদকদের শক্তি অনুমান করতে পারি। |
13 | Puerto Rico markanxa, reyes uka urur niya purkasinx jisk'a imill yuqall wawanakax mä sapat kajunaruw Melchor, Gaspar ukat Baltasar ukananakan qaqilunakapar qhipür waxt'awinak katuqpkan ukata jallallt'äwinak uchapxi. | ১০৬ থেকে ১১৬তম সড়ক ও পার্ক এভিনিউতে কাগজের মুকুটধারী শত শত ছেলেমেয়ে। ছদ্মবেশী সাংবাদিক, মারিয়া হিনোজোসা এবং কর্মী, অ্যাঞ্জি রিভেরা এই উৎসবের রানী নির্বাচিত হয়েছেন। |
14 | Ukhat reyinakax qaqilunakat puripxañapataki, jani camellonakatxa; promesanak q'ipipxañapataki. | নিউ ইয়র্ক অভিবাসন অফিসের কমিশনার ফাতিমা শামাও রানীদের একজন নির্বাচিত হয়েছেন। |
15 | | পূর্ব হারলেমে বসবাসকারী পুয়ের্তো রিকান শিল্পী তানিয়া তোরেস প্যারেডে দেবীদের মধ্যে ছিলেন, এছাড়া নাদিমা অ্যাগার্ড, সিসিলিয়া গ্যাস্টন, ক্রিস্টিনে লিকাটা এবং স্যান্ড্রা মোরালেস- ডি লিওন ছিলেন। |
16 | Ukharuxa Josué Guarionex, mayni artista puertorriqueñon jamuq apasutanakapaw uñt'ayasi. | নিউ ইয়র্কের রাস্তায় এত শিশুর সাথে হাঁটা একটি অভাবনীয় উপহার। |