# | aym | ben |
---|
1 | Boliva: QR ukan mä ch’aman jan sum chiqpach qillqantat chimpu katjapxi | বলিভিয়ার সাইবার একটিভিস্টদের বেআইনি কিউআর কোড পেটেন্ট উন্মোচন |
2 | Machaqat yatiyir bolivianonakax qutucht'asisaw aka Quick Response Codes (códigos de respuesta rápida) (mäk jaysat chimpu), maysat chimpunchst'ata QR ukjama, uka ch'aman mä jan sum chiqpach qillqantat chimpu apnaqat uñstayañatakiw markan irnaqapxi. | বলিভিয়ার সাইবার একটিভিস্টরা দেশটিতে সম্ভাব্য একটি বেআইনী কিউআর কোড হিসাবে পরিচিত কুইক রেসপন্স কোড ব্যবহার পেটেন্ট উন্মোচনে সম্মিলিতভাবে কাজ করেছে। এই মাসের শুরুর দিকে বলিভিয়ার নেটনাগরিক @হার্মানি [স্প্যানিশ ভাষায়] টুইটারে বলিভিয়াতে অভিযুক্ত কিউআর কোডটির পেটেন্টকৃত ব্যবহারের অনুসন্ধান করলে কৌতূহল সৃষ্টি হয়: |
3 | @hermany Nayriri jalluqallta phaxsinxa, internauta bolivianox amuyanw Twitter uksatuq QR ukjam chimpun sutincht'at utjki uk Bolivia markan yatxatañataki: | @হার্মানি: লা পাজের কেউ কী আমাকে বলতে পারেন এডভাইস মার্কেটিং লিঃ কিউআর কোড পেটেন্ট করেছে কিনা এবং সেগুলো ব্যবহারের জন্যে এই কোম্পানীকে টাকা দিতে বাধ্য কিনা? |
4 | @hermany: Khitis amtayitaspa Advice Marketing Ltda. | #বোলিভা #টেক #জালিয়াতি? |
5 | QR ukax kamachin qillqantatapachati, ukat jupanakarux apnaqatat payllañati? | |
6 | #Boliva #Tech #fraude? | ছবি, লিডিয়া সাইনিংব্রাইটলি (সিসি বাই ২. |
7 | Foto de Lydia Shiningbrightly (CC BY 2.0) Pagina web uksankirinakax chimpuncht'at yatiyawx webpatx yaqharstayjapxiwa, ukatx Daniel Cotillas uka yatiyirix (@danicotillas) apaqana ukatx mayacht'asirakinwa. | ০) কোম্পানীটির ওয়েবসাইট তাদের ওয়েবসাইট থেকে পেটেন্ট ঘোষণাটি প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু এক্টিভিস্ট ড্যানিয়েল কোটিলাস (@ড্যানিকোটিলাস) [স্প্যানিশ ভাষায়] সেটা ধারণ করে তার একটি পর্দাছবি ভাগাভাগি করেছেন [স্প্যানিশ ভাষায়]। |
8 | Sarantataskakiw qutucht'asis aka #QRBolivia, ukjam sutin uñt'atat yatxatañataki, ukatx Alto pata markankir bloguero Mario Durán jupasti Servicio Nacional de Propiedad Intelectual (SENAPI) ukampix mäkirakiw yatiyasixpxi ukat mayni lantinakampis ukakipkaraki. | #কিউআরকিউআরবলিভিয়া হ্যাশট্যাগের মাধ্যমে সম্মিলিতভাবে প্রশ্ন করার পর এল আল্টো থেকে ব্লগার মারিও দুরান জাতীয় মেধাস্বত্ত্ব পরিষেবা [স্প্যানিশ ভাষায়] (স্প্যানিশ ভাষাতে সেনাপি) এবং কোম্পানিটির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে। |
9 | Mario jilatax blogtuqix machaqatw aka jan suma askichatanak jiskt'as yatiyäna “¿Bolivia markanx QR sutin chimpunakax apnaqañatak qillqantataspawa?” | মারিও তার ব্লগে [স্প্যানিশ ভাষায়] “বলিভিয়াতে কী কিউআর কোডের ব্যবহার পেটেন্ট করা যেতে পারে?” এই প্রশ্নের মাধ্যমে মামলাটি সম্পর্কে নিয়মিত আপডেট পোস্ট করে যাচ্ছেন। |
10 | Mario jilatan apthapit yatiyawipatxa, Advice Marketing ukax chiqpachapuniw yatiyi (pdf) ukax chiqpachapuniw yatiyi, aka QR uka chimpunakax kamachitiy mayisisp ukhax taqinins uñjkañaw apnaqataspa siwa. | মারিও'র সংগৃহীত তথ্য অনুসারে এডভাইস মার্কেটিং আনুষ্ঠানিকভাবে বলেছে [স্প্যানিশ ভাষায়, পিডিএফ] যে তাদেরকে শুধু আগাম জানিয়েই কিউআর কোড প্রকাশ্যে ব্যবহার করা যাবে। |
11 | Ukjamipansti, SENAPIn piqinchirinakasti yatiyapxiwa, aka tamacht'atax sata phaxsin päwaranqa tunka payan maranw chimpu qillqat mayïna sasa; ukjamatsti, SENAPI ukax janiw kuna qillqats mayitapxarux apskataynti (tunka kimsaqallqun phaxsiw chiqpachax yatisini). Ukhamata, aka qillqantat chimpux jark'atasp ukjax jan apnaqañatak yatisini. | এদিকে সেনাপির কর্মকর্তারা নিশ্চিত করেছে [স্প্যানিশ ভাষায়] যে কোম্পানীটি গত সেপ্টেম্বর, ২০১২-তে পেটেন্টের জন্যে আাবেদন করেছে; তবে সেনাপি এই বিষয়ে কোন সমাধান জারি করেনি (আইনগতভাবে একটি সিদ্ধান্তে পৌঁছানোর সময়কাল ১৮মাস।) সুতরাং এই ধরনের পেটেন্ট অথবা সীমাবদ্ধতা প্রযোজ্য নাও হতে পারে। |
12 | Ukjamatw bolivia markan machaqat yatiyirinakax jak'at uñjapxäni, ukjamats aka yatiwakichawix jutir phaxsinakan qhananchasini. | আগামী মাসগুলোতে মামলাটির আরো অগ্রগতি হবে, তাই বলিভিয়ার সাইবার একটিভিস্টরা নিশ্চয়ই এই বিষয়ে একটি ঘনিষ্ট নজর রাখবে। |
13 | Ukch'añkamax #QRBolivia uñt'at sutitx aruskipasax sarantasipkakismawa. | আপনি #কিউআরবলিভিয়া হ্যাশট্যাগের মাধ্যমে তাদের আলোচনা অনুসরণ করতে পারেন। |