Sentence alignment for gv-aym-20120826-4654.xml (html) - gv-ben-20120901-30398.xml (html)

#aymben
1Venezuela: Amuay ukax refinería de petróleon phalläwipamp jan walt'ayatawaভেনিজুয়েলা: তেল শোধনাগার বিস্ফোরণে আমুয়েতে বিশৃংখলা
2Refinería de Amuay ukanx mä tanque de gas ukaw phalltayna 1 qhantati pacharu, 25 llumpaqa phaxsita, ukatx jichhakamax 24 jiwataw utji(medios de Falcón ukax 35 jiwat sasinw yatiyi ) ukatx 86 usuchjataw utji.আজ ২৫শে আগস্ট রাত ১টার সময় ফ্যালকন রাজ্যের হুদিবানাতে আমুয়ে শোধনাগারে একটি গ্যাস (তেল) ট্যাংক বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণে কমপক্ষে ২৬জনের (ফ্যালকনের মিডিয়া ৩৫জনের মৃত্যু রিপোর্ট করেছে) মৃত্যু এবং ৮৬জন আহত হয়েছে।
3Jilpach jiwatax Guardia Nacional Bolivariana ukankirinakawa.হতাহতদের অধিকাংশই জাতীয় বলিভারীয় রক্ষী সদস্য।
4Amuay refinería ukax Venezuela markanx wali uñt'atawa.আমুয়ে ভেনেজুয়েলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শোধনাগার এবং বিশ্বের পাঁচটি বৃহত্তম তেল শোধনাগারের একটি।
5Kunats phallpach ukax janiw yatiskiti.এই দুর্ঘটনার পিছনের কারণ এখনো অস্পষ্ট।
6Gabriela Gonzalez (@gabriela2400), qulliri ukhamarak uka sunan jakasirix venezolano Nelson Bocaranda yatiyiriruw yatiyi niya uka naraqataw naktana ukatx jiwarayataxanw sasinw yatiyi. (@gabriela2400): @NelsonBocaranda 12:30 pacharuw qalltana ukatx jiwarayataxanwa.পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী চিকিৎসক গাব্রিয়েলা গঞ্জালেজ (@গ্যাব্রিয়েলা২৪০০) [স্প্যানিশ ভাষায়] ভেনেজুয়েলার সাংবাদিক নেলসন বোকারান্দাকে জানিয়েছেন যে শোধনাগারের সতর্কীকরণ ব্যবস্থাটি দুর্ঘটনার আধাঘন্টা আগে সক্রিয় হয়ে তারপর বন্ধ হয়ে যায়।
7Venezuela markat Elías Jaua sullka irpirimp estatal Petróleos (Pdvsa), Rafael Ramírez ukan jilïr irpiripampix yatiyapxiwa uka nina naktaw jiwarayañatakix bomberunakax walpunw irnaqt'apxani sasina ukhamarakiw Gobierno uksatx jan walt'añankirinakar yanapt'asini sasina.(@গ্যাব্রিয়েলা২৪০০) [স্প্যানিশ ভাষায়]: @নেলসনবোকারান্দা সতর্কীকরণ ১২:৩০-এ চালু হওয়ার পর পর দ্রুতই বন্ধ করে দেয়া হয়। উপ-রাষ্ট্রপতি এলিয়াজ হাউয়া এবং পেত্রোলিওস দে ভেনেজুয়েলা (পিডিভিএসএ) এর সভাপতি রাফায়েল রামিরেজ বর্তমানে আমুয়েতে অবস্থান করছেন।
8তারা বলেছেন [স্প্যানিশ ভাষায়] যে শোধনাগারে আগুন নির্বাপিত না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ কাজ করবে এবং নাগরিকরা রিপোর্ট করা ধোঁয়াটি অগ্নি নির্বাপক দলের পরিস্থিতি নিয়ন্ত্রণেরই অংশ।
9তার উপর তারা আশ্বস্ত করেছেন যে সরকার ক্ষয়-ক্ষতির সম্পূর্ণ দায়-দায়িত্ব গ্রহণ করবে।
10Jamuqanaka videonakaxa mä uraq khathatis utjkasp ukhamw amuyayi 24 Yatiyäwi ukanx fotógrafo Héctor Silva ukan jamuq apst'atanakaw uñjasi, jupax Amuay ukanx qallta tukuykamaw uka jan walt'awx uñjäna.অনলাইনে প্রচারিত ছবি এবং ভিডিওতে প্রদর্শিত অঞ্চলটি দেখে মনে হচ্ছে তা বিস্ফোরণ নয় বরং ভূমিকম্পে আক্রান্ত। নোটিসিয়াস ২৪ [স্প্যানিশ ভাষায়] বিয়োগান্তক ঘটনাটির শুরু থেকে আমুয়েতে উপস্থিত আলোকচিত্রী হেক্টর সিলভার ছবি সংগ্রহ করেছে।
11YouTube ukanw videonakax uñt'ayasina:ইউটিউবে বিস্ফোরণের বেশ কিছু নাগরিক ভিডিও ভাগাভাগি করা হচ্ছে:
12Diario La Verdad ukax (@laverdadweb) yatiyanwa refinería uka chiqanx gas propano ukakiw q'aphiski; q'aphipax niya bombas lacrimógenas ukar uñtatanwa. José Luis Cova R (@JLCova) jilax Twitterapan uñt'ayäna :সংবাদপত্র লা ভেরদাদ (@লাভেরদাদওয়েব) [স্প্যানিশ ভাষায়] রিপোর্ট করেছে [স্প্যানিশ ভাষায়] যে শোধনাগারের চারপাশের এলাকায় প্রোপেন গ্যাসের গন্ধ রয়েছে; গন্ধটি অনেকটা কাঁদানে গ্যাসের গন্ধের মতো।
13@JLCova: radio de acción ukax jan walt'ayatanwa.হোসে লুই কোভা এররে (@হোদাএলেকোভা) [স্প্যানিশ ভাষায়] টুইটারে মন্তব্য করেছেন:
14Ukapachparakiw Venezuela markan bodegon uñt'at mä manq'añ utata ukat umañ utats yänakx q'al apsupxatayna:@হোদাএলেকোভা [স্প্যানিশ ভাষায়]: প্রোপেন গ্যাস পরিমণ্ডলের বিস্ফোরণের ক্রিয়াশীলতার পরিসীমা ছিল ধ্বংসাত্মক।
15@JLCova: Bodegon Lizolca q'ala apsutawa!হুদিবানার প্রবেশদ্বার এবং এর পার্শ্ববর্তী সবকিছু বিধ্বস্ত হয়ে গিয়েছে।
16Calles Sierra uka qullayasiñ utaruw jilpach usuchjatanakax apayatäna, ukanx janiw taqi phuqhat kunanakati qullañatak munask ukanakax utjkit sasinw Gabriela Gonzalez (@gabriela2400) kullakax yatiyäna:এছাড়াও তিনি ভেনেজুয়েলাতে বদেগনস নামে পরিচিত একটি খাদ্য এবং এলকোহল জাতীয় পানীয়ের দোকান লুটের কথা রিপোর্ট করেছেন: @হোদাএলেকোভা [স্প্যানিশ ভাষায়]: হুদিবানার প্রবেশদ্বারে লিজোলকা বদেগনে লুটপাট হয়েছে!
17বিস্ফোরণে আহত অধিকাংশ লোককে কাইস সিয়েরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে পর্যাপ্ত সরবরাহ নেই, গাব্রিয়েলা গঞ্জালেজ (@গ্যাব্রিয়েলা২৪০০) [স্প্যানিশ ভাষায়] যেমন রিপোর্ট করেছেন:
18@gabriela2400: Calles Sierra qullayasiñ utax (hospital) antibióticonaka, plasma, wila, analgésiconaka, morfina, demerol, gasas, ringer, sol fisiológica taqi aukanakwa muni@গ্যাব্রিয়েলা২৪০০ [স্প্যানিশ ভাষায়]: কাইস সিয়েরা হাসপাতালের প্রয়োজন: এন্টিবায়োটিক, রক্তরস, রক্ত, বেদনানাশক, মর্ফিন, চেতনানশক, গজ, রিঙ্গার ল্যাকটেট সলিউশন, স্যালাইন সলিউশন।
19Hugo Chávez jilïr irpirix Amuay ukan jiwatanak utjatapatx kimsüru duelo nacional ukham uñt'ayawayi.আমুয়ে ক্ষতিগ্রস্তদের জন্যে প্রেসিডেন্ট হুগো শাভেজ তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।