# | aym | ben |
---|
1 | África: ¡Copa de Naciones 2012 ukax qallantiwa! | আফ্রিকা: কাপ অফ নেশনস২০১২- নামক প্রতিযোগীতার শুরু |
2 | [Taqpacha chhitthapitanaka anqa lurawirux franses arutawa.] | [বাইরের সকল লিঙ্কের লেখা ফরাসী ভাষায়] |
3 | | শনিবার, ২১ জানুয়ারি ২০১২-এ, ইকুয়াটোরিয়াল গিনির বাটায় এক দুর্দান্ত ফুটবল প্রতিযোগিতার শুরু হয়েছে, যা তিন সপ্তাহব্যাপী চলবে। |
4 | | এই প্রতিযোগিতার নাম কাপ অফ নেশনস, আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। |
5 | Africa Markanak Pelot Takintäw Jacha Yant'asiwix Batana, Guinea Ecuatorialn Qallanti, 21 urunak saraqkipan chinuqa phaxsit samarañ uruna, ukampiw kimsa simananak wali atipt'asiwix qallanti. | এবার এই প্রতিযোগিতা যৌথভাবে গ্যাবন এবং ইকুয়াটোরিয়াল গিনিতে অনুষ্ঠিত হচ্ছে। যা ২১ জানুয়ারি থেকে ১২ ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলবে। |
6 | Pelot takintäw jacha atipt'asïwi, uraqpachan uñt'at pelot takintäw wali wakiskiri Africana atipt'asiwiwa, Lurasiw Gabónan ukhamarak Guinea Ecuatorialan 21 urunak saraqkipan chinuqa phaxsita 12 urunak saraqkipan anata phaxsiru. | আফ্রিকা এবং সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এর উদ্বোধনী দিনের দুটি খেলা, উপভোগ করে; নাচ আলোক সজ্জা এবং আওয়াজ ছিল দেখার মত এক বিষয়ঃ এই টুর্নামেন্টের মাসকট গাগুই! |
7 | Áfrican ukhamarak taqpacha uraqins ch'amanchirinakax kusisiskapxanw aka nayrir pelot takintäw anataw qalltawxata: Thuqüwinaka, qhantawinakamp uxuwinakampis phunchhäwinkanwa. | গাগুই এর সাথে নাচ। গাগুই-এর গা মানে হচ্ছে গ্যাবন এবং গুই মান হচ্ছে গিনি এবং এর মধ্যে যে ই আছে, এটি ইকুয়াটোরিয়াল বোঝাচ্ছে। |
8 | ¡GaGuie la mascota! | ফ্রা. সিএএফঅনলাইন. |
9 | Con GAGUIE: GA de Gabón, GUI de Guinea y E de Ecuatorial! | কম থেকে, তাঁর অনুমতিক্রমে এটি গ্রহণ করা হয়েছে। |
10 | Imagen de fr.cafonline.com, con autorización. Akax nayrir kimsa urunak jach'a yant'asiwit mä jisk'aptäwixa. | এই প্রতিযোগিতার প্রথম তিন দিনে কি কি ঘটেছে, তার কিছু বিবরণ এখানে তুলে ধরা হল। |
11 | Nayrir uru atipt'asïwinakata | প্রথম দিনের খেলা। |
12 | 21 urunak saraqkipan chinuqa phaxsin Libiax atipt'asiw Guinea Ecuatorialampi pelot takintäw yant'asiw qalltäwina, ukanx Guinea Ecuatoriala yant'asiw wakicht'iriw, nayrir pelot takintaw atipt'asïwinx, atipt'awayi mä gol jan kuna golaru (1 a 0). | প্রতিযোগিতার পর্দা উঠে ২১ জানুয়ারি তারিখে, এবং প্রথম খেলায় লিবিয়া, সহ-আয়োজক ইকুয়াটোরিয়াল গিনির মুখোমুখি হয়, যারা এই প্রতিযোগিতায় এই প্রথম অংশ গ্রহণ করছে। |
13 | Suxta k'athanak tukuyxañatakixa, Balboa, Guinea Ecuatorialat tunka mayan (11) jakhunix, sapaki libio arquerompix mä gool apanti. | তারা বিস্ময়কর ভাবে ১-০ গোলে লিবিয়ার বিরুদ্ধে জয়লাভ করে। |
14 | Jakhüwix mä gool jan kuna golaru (1 a 0) tukt'ayxi, Guinea Ecuatorial ch'amanchirinak kusisipxañpatakixa, kunatix walpun pelot takintaw unch'ukiwx (estadio) phuqantapxäna. | যখন খেলা শেষ হতে আর মাত্র ছয় মিনিট বাকী, সেই সময় ইকুয়াটোরিয়াল গিনির ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় বালবোয়া অবশেষে গোলের খাতা খোলেন। |
15 | Senegalésenakax ch'iqa kayumpiw atipt'awirux mantrantapx ukürpacharak pä gol mä golar (2 a 1) Zambia ukamp atipjayasisa. | তিনি লিবিয়ার গোলরক্ষককে একা সামনে পেয়ে তাকে পরাস্ত করেন। শেষ বাঁশী বাজা পর্যন্ত খেলার ফলাফল ১-০ থাকে। |
16 | Senegal ch'amanchirinakax webtuqin arst'apx marka lakit pelot takintir irpirur juchanchañätaki. | স্টেডিয়াম ভর্তি দর্শকরা খেলার এই ফলাফলে উল্লাস প্রদর্শন করে। |
17 | Touy ukax Seneweb News ukan qilqt'i: | প্রথম খেলাতেই সেনেগাল নামক দলটি পা হড়কায়। |
18 | Akat pachpa irpirinïsin jan walt'awix uñjasiw kunatix jupapach kunaw capitán-ats amuyasi, kunatix sañän Niang, janiw sinti ch'ikhikit ukhamarak mulljasiniw jan ukax llamp'u chuymanïniw apsuñataki, ¡jan atipjañätaki. | যারা একই দিনে জাম্বিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়। সেনেগালের সমর্থকরা ওয়েবে এর জন্য তাদের জাতীয় দলের কোচকে দায়ী করে। |
19 | Amara Traoré ukax RFI ukan uka amuyxat qhancht'i: | সেনাওয়েব নিউজে তোয়ু লিখেছে [ ফরাসী ভাষায়]: |
20 | Taqpachaniw yatipxän, Markanak Pelot Takintäw Jacha Yant'asiw Janïr qalltkasaxa, zambianonakax wali ch'amanipxiw ukhamarak uka pachpa ch'amw apnaqapxañpan senegalesesankirinakamp yant'asiñätaki, juk'amp jach'anak ukhamarak ch'amaninaka. | একজন স্থানীয় কোচের সমস্যা হচ্ছে যে, ধরুন যদি, এমনকি সে উপলব্ধি করতে পারে যে তাঁর দলের অধিনায়ক নিয়াং, ভালো খেলছে না, তাহলে হয় সে ভয়ে অথবা ভদ্রতায় তাকে মাঠ থেকে তুলে নিতে পারবে না, যা কিনা জয়ের নির্ধারক! |
21 | Ukhamaw irpirimp jaqipampix jikxatapxañpaw mä thakhi jark'aqasiñatak ukat nayraxar atipjañatak sarañätaki. | আরএফআই-এ আমারা ত্রায়োরে এই ঘটনার আমাদের সামনে তুলে ধরছে : |
22 | | সকলেই জানে, এমনকি কাপ অফ নেশনস নামক প্রতিযোগিতা শুরু আগেও, সবাই জানত যে জাম্বিয়ানরা প্রাণ চাঞ্চল্যে ভরপুর, এবং তারা, আকারে খানিকটা বড় এবং শক্তিশালী সেনেগাল নামক দলটির বিরুদ্ধে তা ব্যবহার করবে। |
23 | Janiw lurkit irnaqäwipa, kunatix nayrt'añ ukhamarak wali laqa t'ijtir anatirinakampi anataña, taqi kunatsa, jan anatirinakar nayraxar sarantayañat kunatix ukat jan atkapxit jiqxatasiña. | এর এই কারণেই দলের কোচ এবং কর্মীদের এমন একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, যাতে সেনেগাল আক্রমণে উঠে গেলে তারা যেন নিজেদের দুর্গ সামলাতে পারে। |
24 | | তিনি তার কাজটি ঠিকমত সমাধা করতে পারেননি যাতে তিনি, তাঁর রণকৌশল অনেক বেশী প্রত্যাশিত এবং গতিশীল খেলোয়াড়দের নিয়ে তিনি খেলেছেন কিন্তু সর্বোপরি প্রতিপক্ষের গোলের সামনে তাদের নিয়ে যেতে পারেননি, যারা সেখানে এক অন্যকে খুঁজে পাচ্ছিল না। |
25 | Payïr uru atipt'asïwinakata Payïr uru atipt'asiwix uñjiw khitinakati atipirjam yant'asiwin uñjt'atapxki: Costa de Marfil ‘Elefantenaka'. | দ্বিতীয় দিনের খেলা দ্বিতীয় দিনে ছিল, প্রতিযোগিতার অন্যতম জনপ্রিয় দল আইভরিকোস্টের খেলা, যাদের কোঁত দি আইভরির হস্তি বলে ডাকা হয়। |
26 | Mä wali suma takintawimpix Didier Drogbaw kimsa tunka k'athanakäkasax (minuto 30) Costa de Marfilar Sudánjar atipt'ayi. | খেলার ৩৯ মিনিটে দিদিয়ের দ্রগবার এক অপূর্ব গোলে আইভরি কোস্ট নামক দলটি সুদানের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে। |
27 | Ukampisa atipäwix Elefantenakatakix taqpach marfileñonakatak reden janiw sinti khusäkit. | তবে ইন্টারনেটের সকল আইভরিয়ানের কাছে এই জয় ঠিক যথেষ্ট ছিল না। |
28 | Juk'amp sum atipxaspan anatañ waljaniw amuyapxi. Phox Hermann siwa: | অনেকে মনে করেন যে আইভরি কোস্ট খেলায় আরো ভালো ফলাফল করতে পারত। |
29 | Wakisiw chiq saña, ¿janiwaaaa? | পোহক্স হারমান বলছে [ ফারসী ভাষায়]: |
30 | Janiw kuna ELEFANTirus uñjkti. | সত্যি কথা বলা দরকার, নয় কি। |
31 | Bi Tia Vincent Toh uñt'ayiwa: | আমি যাদের খেলা দেখছিলাম, তারা আসলে হস্তির দল ছিল না। |
32 | Mä golampik atipañax wal thays jump'ikiyapxitu. | বি তিয়া ভিন সেন্ট তোহ এর সাথে যোগ করেছে : |
33 | Gervino jilatax mawk'it golanakat juk'amp chuymanïpana, yaya Touré jilatax wasitat taypiwj apnaqpan ukhamarak kunjamti wali sum anatk City ukan anatpana. | এক গোলের ব্যবধান বজায় রাখার কারণে আমাদের শরীর দিয়ে এক ঠাণ্ডা ঘাম বয়ে গেছে। কেবল গোলের সামনে যদি গারভিনহো [ অসুস্থ] গোলের সামনে আরেকটু ভালো খেলা দেখাতেন। |
34 | | যদি ইয়াইয়া তোরে মাঝখানে তাঁর জায়গা খুঁজে পেত এবং ম্যানচেস্টার সিটিতে যেমনটা খেলে, তেমন খেলা প্রদর্শন করত। |
35 | Jark'irinakax jan mantayxkpanti sum jark'apxpan, | যদি রক্ষণব্যুহে ফাটল না ধরত। |
36 | Angolax ukhamarakiw anat nayrïr yant'asiw ukhamarak Burkina Fasor pä golanak mä golar (2 a 1) atipas atipt'awayi.. | এ্যাঙ্গোলাও তাদের প্রথম খেলাটি খেলে ফেলেছে এবং তারা বুর্কিনা ফাসোকে ২-১ গোলে পরাজিত করেছে । তৃতীয় দিনের খেলা |
37 | Kimsïr uru atipt'asïwinakata Gabón, yaqha anatir tama (equipo) 2012 Markanak Pelot Takintäw Jacha Yant'asiw wakichirix, pä golanak jan mä golar (2 a 0) Níger-ar atipt'asa uñacht'ay ch'amapa, nayrïr yant'asiwin C taman atipt'asiwina, wali suma chaqan Libreville pelot takintaw unch'ukiwin (Estadio) anatasa. | ২০১২ সালের আফ্রিকান কাপ অফ নেশনসের সহ আয়োজক দেশ গ্যাবন তাদের শক্তিমত্তা প্রদর্শন করে ২-০ গোলে নাইজারকে পরাজিত করে। সি গ্রুপের এই উদ্বোধনী খেলাটি লিব্রাভিলের স্টাডে দে ল'আমিতে নামক স্টেডিয়ামের এক চমৎকার পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়। |
38 | Rodrigue Magaya [fr] ukax Facebook ukan Aubameyang uka golapat arst'i: ¡¡¡¿Kuns sirista!!! | ফেসবুকে রড্রিগো মাগায়া [ফারসী ভাষায়], আবুমায়াঙ্গার গোলের ব্যাপারে মন্তব্য করেছে : |
39 | Pay jilatanakaru, Ukapiniw walïn suman phunchhäwitaki ukhamarak uñacht'ayañataki taqpach jiwasamp yant'asirinakaru ¡¡akanktanwa!! | এই গোল সম্বন্ধে আমি কি বলতে পারি?!!! খেলোয়াড়দের ধন্যবাদ। |
40 | ¡¡Aka chaqan jan axsarani!! Jallalla Markanak Pelot Takintäw Jacha Yant'asiwi, ukhamarak jallalla jiwasan jach'a chär phisinakax (panteras). | এই প্রতিযোগিতার যে সৌন্দর্য তার জন্য এর প্রয়োজন ছিল এবং স্বাভাবিক ভাবে তারা আমাদের প্রতিপক্ষকে দেখিয়ে দিয়েছে যে আমরা এখানে আছি!!! |
41 | ¡¡¡¡¡¡¡Tatitu Gabón-ar bendig-pan!!!!!! | ঠিক জায়গাতেই এবং আমাদের কোন ভয় নেই !!! |
42 | Copa de Naciones 2012 ukax akatuqinakanwa arkatataspa TV5 Monde, Canal+ Afrique ukatx Twitter Google+ aka etiquetas ukanakana #CAN2012 (en francés) y #ACN2012 (en inglés). | কাপ অফ নেশনস নামক প্রতিযোগিতা দীর্ঘজীবী হোক এবং আমাদের চিতাবাঘের দীর্ঘজীবী হোক। স্রষ্টা গ্যাবনকে সুরক্ষিত রাখুক!!!! |
43 | | আফ্রিকান কাপ অফ নেশনস ২০১২ নামক প্রতিযোগিতার খেলাগুলো, টেভে৫ (সাঙ্ক) মন্দে , সানাল+ আফ্রিক-এ, দেখা যাবে এবং টুইটার ও গুগল+, #সিএএন২০১২ ( ফরাসী ভাষায়) এবং #এসিএন২০১২ (ইংরেজি ভাষায়) হ্যাশট্যাগের মাধ্যমে অনুসরণ করা যাবে |