Sentence alignment for gv-aym-20130103-5123.xml (html) - gv-ben-20121216-33946.xml (html)

#aymben
1Voces de Dignidad – Colombia markan jan walt’äwipan jan jiwir warminaka
2Voces de Dignidadax “Centro para la justicia de Transición” Centro para la Justicia de Transición (ICTJ), ukan mä multimedia nayrar apawiwa.
3Uka nayrar apawix Yoladis Zúñigampit Petronila Mendozampit sarnaqawinakapat yatiyi.মর্যাদার কণ্ঠ – কলম্বিয়ার সশস্ত্র সংঘাতে বেঁচে থাকা নারীরা
4Uka pä warminakax Colombia markan jakasipxirïnawa. Kunawsatix paramilitaranakax uka warminakan chachanakapar jiwayipxi, ukjaxa, uka markat sarxapxatayna.আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন বিচার কেন্দ্র (আইসিটিজে) এর একটি মাল্টিমিডিয়া প্রকল্প মর্যাদার কণ্ঠ দু'জন কলম্বিয় নারী ইয়োলাদিস জুনিগা এবং পেত্রোলিনা মেন্দোজার কাহিনী বলেছে।
5Amtaxa, 2012 maran lapak phaxsi tukuyxi, ukjaw nayrar apawix yatiyasi.আধাসামরিক বাহিনী তাদের স্বামীদের হত্যা এবং গ্রাম আক্রমণ করার পরে তারা তাদের বাড়ি থেকে পালিয়ে এসেছেন।
6Ukampirusa, kimsa jamuqamp mä 22n k'atanakat videompi, kunax qhanunan uñjasiki, ukanakamp yanapt'asi.
7Marta Martínez, irptiri, mä post achikatjam [en] Witness [en] ukan qillqatayna.প্রকল্পটি ২০১২ সালের নভেম্বরের শেষে অনলাইনে পুরোটা দেখার মতো তিনটি ছবির গ্যালারী এবং একটি ২২ মিনিটের ভিডিও প্রকাশ করেছে।
8Jupax uka qillqawimp generot sumándose a la campaña de ñanqhachaw uñisiñatak 16n uru tamachawirunx [en], akham qhananchi:মর্যাদার কণ্ঠের প্রযোজক মার্তা মার্টিনেজ লিঙ্গ সহিংসতার বিরুদ্ধে ১৬দিনের এক্টিভিজম প্রচারাভিযানের অংশ হিসেবে উইটনেস (স্বাক্ষী) এর জন্যে একটি অতিথি পোস্ট লিখেছেন। এখানে তিনি ব্যাখ্যা করেছেন:
9Yoladis Zúñigamp Petronila Mendozamp paramilitaranakax iwjatanakapat jisk'a markapan janiw jiwapxkataynati.
10Uka paramilitaranakax warminakar lulunakampir warmichjasipxatayna. Ukhamaraki, chachanakapar yaqha markachirinakampir jiwayapxatayna.ইয়োলাদিস জুনিগা এবং পেত্রোলিনা মেন্দোজা তাদের গ্রামে ডানপন্থী আধাসামরিক বাহিনীর একটি আক্রমণ থেকে বেঁচে যায়।
11Ukampirusa, utanakap nakhantayapxatayna. Uka pä warminakax Baranquilla markar wawanakapamp sarxapxatayna.আক্রমণটিতে নারী ও তরুণীরা ধর্ষিত হয়, ঘরবাড়ি পুড়িয়ে ফেলা হয় এবং তাদের স্বামীসহ অনেকজন্কে হত্যা করা হয়।
12Baranquillax Colombiat Costa Atlántica ukankir markawa. Uka sarxawinakapamp pusi waranq jan walt'awlayk yaqhsatuqir sarayawir yapt'asi.গৃহযুদ্ধটিতে বাস্তুচ্যুত প্রায় চল্লিশ লক্ষ লোকের অংশ হিসেবে নারী দু'জন তাদের সন্তানদের সঙ্গে নিয়ে কলম্বিয়ার আটলান্টিক উপকূলীয় শহর বারানকুইলাতে পালিয়ে যায়।
13Yoladis Zúñiga.ইয়োলাদিস জুনিগা।
14Foto de Camilo Aldana para ICTJ, usada con su permiso.আইসিটিজে'র জন্যে ক্যামিলো আলদানা'র ছবি, অনুমতি নিয়ে ব্যবহৃত। মার্তা এছাড়াও মর্যাদার কণ্ঠের উদ্দীষ্ট বার্তা তুলে ধরেছেন:
15Martax Voces de Dignidadan yatiyawip churañ muni, uk ch'amanchi:
16Maysatuqit Colombia markan gobiernox Fuerzas Armadas Revolucionarias de Colombia (FARC) jupanakan walt'asiñatak tantachasipxi, yaqhsatuqitsti, yaqhipanakax sostenible wakisiw jiqjatasispa, sasipkäna.কলম্বিয়া সরকার ফুয়ের্জাস আর্মাডা রেভল্যুশনারিয়াস দে কলম্বিয়া [কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী] (ফার্ক) বামপন্থী গেরিলাদের সঙ্গে নতুন শান্তি আলোচনা শুরু করায় টেকসই শান্তির সম্ভাবনা নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে।
17ICTJat yatxatawix jan t'aqawimpi, sarayawimp derechomp victimanakatak utjkasax sostenible wakisiw janiw jiqjataskaspati, sas siwa.আইসিটিজে'র গবেষণা এবং তুলনামূলক অভিজ্ঞতাতে এটা পরিষ্কার যে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং আক্রান্তদের অধিকার সুনিশ্চিত করা ছাড়া দীর্ঘস্থায়ী শান্তি অর্জন করা সম্ভব হবে না।
18María Camila Morenox Colombia markan ICTJan p'iqinchiriwa.আইসিটিজে'র কলম্বিয়া দপ্তরের প্রধান মারিয়া ক্যামিলা মোরেনো'র ভাষায়, “আক্রান্তরা শুধু একটি সংখ্যা নয়।
19Jupax akham siwa: “Victimanakax janiw jakhuwinakapkiti.
20Janchimp ch'akhamp jaqinakawa.তারা অত্যন্ত মর্যাদা সম্পন্ন রক্ত-মাংসের মানুষ।
21Jupanakax dignidadampirakiwa. Ukampirus compensacionat derechopat Colombia markan kunjams phuqañ qhan yatipxi”.তাদের ক্ষতিপূরণের অধিকার পূরণের জন্যে কলম্বিয়া যেসব পদক্ষেপ নিতে বাধ্য সে সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা রয়েছে।”
22Petronila Mendoza.পেত্রোলিনা মেন্দোজা।
23Foto de Camilo Aldana para ICTJ, usada con su permiso.
24Yoladisamp Petronilampit arsuwinakaplaykut Voces de Dignidadax Colombian jan walt'awin victimanakan jakawinakap uñti.
25ICTJan kamachix Voces de Dignidadat akham siwa:আইসিটিজে'র জন্যে ক্যামিলো আলদানা'র ছবি, অনুমতি নিয়ে ব্যবহৃত।
26Yoladisamp Petronilampit nayra sarnaqawinakapat yatiyataxa, Voces de Dignidadax warminakan jan walt'awinx sarnaqawinakapax transición markan janiw aliqapkiti.ইয়োলাদিস জুনিগা এবং পেত্রোলিনা মেন্দোজার শক্তিশালী সাক্ষ্যের মাধ্যমে মর্যাদার কণ্ঠ সশস্ত্র সংঘাতের শিকারদের জীবনের ভেতরের একটি ঘনিষ্ঠ চিত্র তুলে ধরেছে। আইসিটিজে'র একটি নিবন্ধ মর্যাদার কণ্ঠে যোগ করেছে:
27Jan ukaxa, wila masinakapat jisk'a markanakapat irpirinakjam ch'amanchirinakjam uñachapxi. Janiw victimapxkiti, jan ukast yanapt'irinakapxiwa.ইয়োলাদিস এবং পেত্রোলিনার কাহিনী বর্ণনা করে মর্যাদার কণ্ঠ রূপান্তরশীল সমাজের পরোক্ষভাবে ক্রিয়াশীল হিসেবে সংঘাতের শিকার নারীদের বাঁধাধরা ছক ভেঙ্গেছে।
28Marta multimedia nayrar apawinx amtawipax akawa: “Colombia markan ukhamarak yaqhsatuqinx victimanakan nayrïr derechonak ch'amanchasiñapawa: chiqanchiritak derecho, uñt'asiñatak ukhamarak kuns yanapt'asipat churata. ”এর পরিবর্তে এটি তাদেরকে সক্রিয় অংশগ্রহণকারী এবং তাদের নেতৃস্থানীয় হিসেবে প্রতিভাত করেছে; তাদের পরিবার ও সম্প্রদায়ের জন্যে তারা শিকার নয় বীরের সমান। মার্তা বলেছেন যে এই মাল্টিমিডিয়া প্রকল্পের লক্ষ্য হলো “কলম্বিয়া এবং অন্য যে কোন স্থানে আক্রান্তদের মৌলিক অধিকার: সত্য, স্বীকৃতি, এবং প্রতিকারের অধিকার পুনর্নিশ্চিত করা।”