# | aym | ben |
---|
1 | Israel: Uraqit Ninamp Chhullunkhimpi | ইজরায়েল: আগুন এবং বরফের দেশ |
2 | Juyphi pachan jallu purintatapa 31 jallu qallta 2010 maranx wali thaya wayramp jallump khunumpix Israel markpacharuw jan walt'awaykiti. | এ বছর বেশ কিছু শীতকালীন ঝড় তীব্র বাতাস, বৃষ্টি এবং বরফপাত ইজরায়েলের বুকে আঘাত হানে, যা দেশটির ব্যপক ক্ষয়ক্ষতি করে। |
3 | Alayanx (norte) Hermon khunu qullux pä tunka maratx wali khunun janq'untatakinwa. | উত্তরে হেরম্যান পাহাড়ে এত বেশী বরফে ঢেকে যায়, যা দেশটির ২০ বছরের ইতিহাসে দেখা যায়নি। |
4 | Aka jan walt'awix Carmel markan quqanakar nakhantawix 43ni jiwat utjayki ukataxa, niya 100-120 waranqa waranqa Shekels ukaruw jan walt'awaykanti, uka qhipataw Israel markanx jan walt'awix utjawayi. | কারমেল নামক এলাকা এক ভয়াবহ দাবানলে ধ্বংস হয়ে যাবার পরের দিনই এই বরফ ঝড়ের আগমন ঘটে। এই দাবানলে ৪৩ জন ব্যক্তি মারা যায় এবং তা প্রায় ১০০ থেকে ১২০ মিলিয়ন সেকেল (ইজরায়েলের মুদ্রার নাম) আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। |
5 | [ing] Waljaninakatakiw jallun purjatatapax kusisiñana. | অনেকের মতে এই সব ঝড় দেশটিতে যে খরা চলছে স্বস্তিদায়ক অবসান ঘটিয়েছে। |
6 | Galilea qutanx phisqha sintimitruw umax jiljatjäna [ing] Aka kusisiswix twisfera israelí wal p'arxtayi. | ইজরায়েলের প্রধান সুপেয় পানির উৎস, সি অফ গ্যালিলি নামক হ্রদের পানি এই সব ঝড়ের পর পাঁচ সেন্টিমিটার বেড়ে যায়। |
7 | | এই আবেগ ইজরায়েলের অনেক টুইটারস্ফেয়ারে প্রতিধ্বনিত হয়। |
8 | @Tekhelet ukanx siwa: | @টেকহেলেট বলছেন: |
9 | Kusisitatwa, Israel markan jallump khunump purintatapatxa. | আমি আনন্দিত যে ইজরায়েলে এখন ঝড়/বৃষ্টি হচ্ছে এবং বরফ পড়ছে। |
10 | Baruch HaShem. | বারুচ হাশেম। |
11 | Yuspajara Tata! | পিতা তোমাকে ধন্যবাদ! |
12 | Uka jallu purintawin jan walt'ayatapatx waljaninakaw yupaychapxana. | এই সমস্ত ক্ষয়ক্ষতি এবং বাঁধা এবং বিঘ্ন সত্ত্বেও অনেকেই এই বৃষ্টির প্রতি কৃতজ্ঞ। |
13 | @MaozIsrael ukanx uñt'ayiwa: | @মোয়াজইজরায়েল এর সাথে যোগ করেছেন: |
14 | Khunump jallump Israel markana! | #ইজরায়েলে বরফ আর বৃষ্টি পড়ছে! |
15 | Tatitux (Dios) mayitasanakarux ist'istuwa! | স্রষ্টা আমাদের প্রার্থনার উত্তর প্রদান করেছেন! |
16 | Ukampirus aka jallu purintawix janiw taqpachanin mayitapar jaysawikiti. | কিন্তু এই ঝড় সকলের প্রার্থনার উত্তর নয়। |
17 | Maysatx waliw jallun puriñapax suyt'atana, uka jallun wali purintatapax markpachanw jan walt'awinakx utjayana [ing]. | যদিও প্রচণ্ডভাবে বৃষ্টির প্রয়োজন ছিল, কিন্তু এ সব ঝড় একই সাথে সারাদেশে অনেক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। |
18 | Blog Maoz Israel satax mä qawqha jallu purintawin jan walt'ayatanak uñacht'awi uñachat'ayi: | এই ঝড়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে মোয়াজ ইজরায়েল ব্লগ তার কিছু ছবি প্রকাশ করেছে: |
19 | Playa de Tel Aviv azotada por vientos huracanados y fuertes tormentas | তেল আভিভের সমুদ্র সৈকত প্রবল বাতাসের তোড়ে এবং ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে |
20 | Alone in Holy Land Yaqat uraqinaki), mä blogger rumanunkirix Ashdod markan jaki, ukat jupax qilqt'awayi, kunjams mayni k'añask q'iwirix wila masip Eliat markar apkasax uka janwalt'awin katjat jikjatasi: | এলোন ইন এ হলি ল্যান্ড এক রোমানিয়ার নাগরিকের ব্লগ যে কিনা আশদদ নামক এলাকা বাস করে। ভদ্রমহিলা তার পরিবারকে নিয়ে এইলাট যাবার পথে ঝড়ের কবলে পরার ফলে কি অবস্থার সৃষ্টি হয় তা বর্ণনা করেছেন: |
21 | Jan wali yanqhach:awnwa! | এটা ছিল যেন এক নারকীয় কাণ্ড! |
22 | | প্রথমে শুরু হল বাতাস বওয়া, খুব জোরালো ভাবে তা বইতে শুরু করল, তারপর শুরু হল ধুলোঝড়.. |
23 | Nayririxa, ancha thaya wayra, kunapachati, Mitzpe Ramon marker puript ukjax wali thayaskanwa, ukat nayax asjaraskayatwa. | যখন আমরা মিটপে রোমান নামক এলাকা পৌঁছলাম, তখন আবহাওয়া শীতল হয়ে গেল এবং ঠান্ডা বায়ু বইতে শুরু করল.. আমি শঙ্কিত হয়ে উঠলাম। |
24 | Uka huracan thayax mä k'añaskuruw maysat maysat jawqsuskana, nayax wali khathatiskayata. | জোরালো বাতাস গাড়ির একদিকের জানালায় এসে ঝাপটা মারছিল, তারপরে অন্যদিকে বাড়ী দিচ্ছিল। সে সময় আমি আতঙ্কিত হয়ে উঠছিলাম। |
25 | Janiw mä aru arsuñs atkayati. | এমন কি কোন কথা উচ্চারণ করতে পারছিলাম না। |
26 | Purakajax mä arwija ukchakijanwa… jan amuykayanwa, ujakamasti, naya pachpatakix wali mayisiyata . | আমার পাকস্থলী একটা মটর দানার সমান হয়ে উঠেছিল এবং আমার কণ্ঠ শুকিয়ে আসছিল, আবিশ্বাস্য.. |
27 | Ukatx Eilat marker 30 km puriñatak falkipanx ch'alla ñiq'I jithaptawix t'akxanwa, laqampus q'alakijanwa, willkas uñtasinjarakinwa. | যখন আমি গভীর নিঃশ্বাসের সাথে বিড়বিড় করে প্রার্থনা করছিলাম, তখন মনে হচ্ছিল আমি যেন অন্য কোথাও রয়েছি। |
28 | Ukatx yaqhip arunak maysar jaytirinakax ukankapxanwa,, ukatx uka jallu purintawit wal apruwichapxana Shahar Zubari, mä windsurfista israelí, uka jan wali pacharux sanwa. | আমার যাত্রার শেষে, যা কিনা এইলাটের থেকে ৩০ কিলোমিটার দুরে সে সময় হঠাৎ করেই ধূলিঝড় থেমে গেল, আকাশ পরিষ্কার হয়ে এলো এবং সেখানে আবার সূর্যের দেখা মিলল। |
29 | | এবং এরপর তাদের কথা যারা বাতাসের ক্ষেত্রে সতর্ক ছিল এবং ঝড় আবহাওয়ার সুবিধা নিয়েছে। |
30 | | সাহার জুবারে ইজরায়েলের একজন উইন্ড সার্ফার, (বাতাসের সাথে পানিতে সার্ফিং করা বা ভেসে বেড়ানো) তিনি এই আবহাওয়ার মুখোমুখি হন এবং এবং ঢেউয়ের উপর নাচার জন্য বেরিয়ে পড়েন। |