# | aym | ben |
---|
1 | Colombia: Thuqur palla pallanakaw pilut anatirinakar katuqapxi | কলম্বিয়া: নাচুনে পুলিশ ফুটবল খেলোয়াড়দের স্বাগত জানাল |
2 | | কলম্বিয়ার শহর মেডেলিনে একদল পুলিশ কর্মকর্তা বিমান বন্দরে আগত ফুটবল খেলোয়াড়দের স্বাগত জানায়, এই স্বাগত জানানোর প্রক্রিয়া অতিথিদের ভালো এক ধারণা প্রদান করেছে। |
3 | | অন্যদিকে স্থানীয়রা এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তা ব্যক্ত করেছে। |
4 | Medellín, Colombia uksa markanx pallapallanakaw sub-20 Inglatera ukan pilut takiripanakarux katuqapxi khaysa awyuna saraxkis ukhan mä thuqumpi kunatix akax yaqha jaqinakarux chuymapanakx llamp'urt'ayatanaw, ukhamarakiw yaqhip jaqinakarux llakisiyatana jan khiti yanapt'ir utjatapatx ukhanakanx. | কলম্বিয়ার মেডেলিন নামক শহরটি এবারের অনুর্ধ-২০ নামক ফুটবল বিশ্বকাপের অন্যতম এক আয়োজক শহর , এবং বৃটিশ ফুটবল সংস্থা (এফ এ) একটি ভিডিও পোস্ট করেছে যা দেখাচ্ছে , কি ভাবে এই শহর ইংল্যান্ডের অনুর্ধ-২০ দলের ফুটবলারদের স্বাগতম জানাচ্ছে, যে পোস্টের শিরোনাম ‘ কলম্বিয়ার এক উন্মাদনা ভরা স্বাগতম ‘। এফএ-এর ভিডিওর স্ক্রিনশট |
5 | | ইংল্যান্ডের অনুর্ধ-২০ ফুটবল দলের খেলোয়াড়রা মেডেলিন বিমানবন্দরে নামার সাথে সাথে এক ছন্দ খুঁজে পায়, যখন তারা অবিষ্কার করে যে, কলম্বিয়ার স্থানীয় পুলিশ বাহিনী তাদের এক অভাবনীয় প্রথায় স্বাগত জানাচ্ছে। |
6 | Medellín uka markaw siditana Copa Mundial sub-20 FIFA ukatsa, ukhamaraki Asociación de Fútbol ukasa uñist'ayawayatanawa mä widiw sub 20 uka taqirinak mä marka katuqatapatxa ‘mä luqhi katuqawi colombiana markatxa. | মার্ক্সইপুনেক্স, যে কিনা মেডেলিনে বাস করে [স্প্যানিশ ভাষায়], পুলিশ যে কাজে গুরুত্ব প্রদান করেছে তার সাথে সে একমত নয়: কেবল গতকাল আমি পাঠ করলাম যে মেডেলিনের উপকণ্ঠে বাড়তি পুলিশ মজুত ছিল না, যেখানে ইদানিং ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। |
7 | Captura de pantalla del video de AF. | কারণ পুলিশ এখন এই উন্মাদনা ভরা স্বাগত জানানোর কমিটিতে, তাদের কাজের প্রক্রিয়া নিয়ে ভয়াবহ ব্যস্ত ছিল। |
8 | Sub 20 Inglaterran uka tama pilut takirinakapax katuqapxatanaw mä suma katuqawi Colombia markar puritapata pallapallanak tuqitxa. | এছাড়াও আর্জেন্টিনা থেকে বিশ্বকাপের সংবাদ সংগ্রহ করতে আসা অতিথিরা স্বাগত জানানোর প্রথায় মুগ্ধ। |
9 | | আর্জেন্টিনার ফুটবল দলের জন্য তৈরি করা ব্লগ ব্যানফিল্ড লোকুরা [স্প্যানিশ ভাষায়]-তে তারা লিখেছে: |
10 | Marxepunx, jaqix jakiri Medellín uka markanx, janxamakiw askïkiti jupatakix pallapallanakan luratapaxa: | আর্জেন্টিনার ফুটবল দলকে যে ভাবে স্বাগত জানানো হয়ছে তা ছিল বেশ চিত্তাকর্ষক। |
11 | Masur ukhapunirakiw ullaskayata jan pallapallanak pachanipxatapatx irnaqañataki khaysa Medellín ukhanxa kunatix ukhan wak jilxatawayi lunthatasiñanakaxa . | বোগোটা, যেখানে আর্জেন্টিনার ফুটবল দল প্রথমে এসে উপস্থিত হয়, সেই একই শহর তাদের প্রাথমিক পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। |
12 | Kunatix pallapallanakax janixay pachanipkchitixa jupanakax katuqañakapchixaya. Amuyasinx argentinunakatakix aka Copa Mundial ukax wali kust'atxamawa. | এখানে তাদের ঐতিহ্যবাহী নাচ, আঞ্চলিক গানের দল, সালসা, ক্রান্তীয় এবং এ ধরনের বেশ কিছু ছন্দের মাধ্যমে স্বাগত জানানো হয়। |
13 | Khaysa Banfield Locura, mä blog ukanx argentino tama pilut takirinakxat, qillqapxatan akham sasa: | এখানে কৌতূহল জনক বিষয় হচ্ছে এই নাচের মুদ্রা (কোরিওগ্রাফি) তৈরি করেছে মহিলা পুলিশের দল। |
14 | | ভীরু ভীরু পায়, প্রায় জোর করে তাদের এই নাচের আসরে যোগ দেবার আহ্বান তারা অস্বীকার করতে পারেনি এবং লাজুক ভাবে তারা কিছু নাচের ছন্দ তোলার চেষ্টা করে। |
15 | Kunatix akhan jakasi ukhamarak samsusi pilut anatañax kachtas kachtas uka junt'u k'uchu Colombia markäna sasa. | এই সব ঘটনা এখানে ঘটছে, কারণ এখানে ফুটবল জীবন এবং শ্বাস প্রশ্বাসের সাথে মিশে আছে, কলম্বিয়ার এই উষ্ণ ভুমির প্রতিটি কোনায় ফুটবল বাস করে। |
16 | Uñt'aptaw, yatiptaw sarawinakxa sapa maynikiri. | তারা একে অন্যের “ইতিহাসকে” নিখুঁত করার প্রক্রিয়া সম্বন্ধে জানে। |
17 | Awyun saraxki ukhan utjiwa munasiña katuqasiña ukat kunatrak janis utxkaspasti munasiñasti. | বিমানবন্দর ছিল উষ্ণতা, আর্দ্রতায় ভরা এবং কেন তা থাকবে না, আর এই ঘটনায় তাদের প্রতি তৈরি হয়েছে এক শ্রদ্ধাবোধ। |