# | aym | ben |
---|
1 | Libia: Qamirinakan nayra pach aski amtkay jamuqanakapa | লিবিয়া: সমৃদ্ধ, প্রাণবন্ত এবং ঐতিহাসিক সময়ের ছবি |
2 | Aka pust ukaxa Libia markan 2011n maran sartasiwxatawa. | এই পোস্টটি লিবিয়ার গণজাগরণ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। |
3 | | বৃটিশ সার্জন এবং মানবতাবাদী এক লেখক, আমাল আল-লিব্বি ছদ্মনামে লিখে থাকেন। |
4 | | তিনি স্মৃতিকাতর হয়ে তার টুইটার একাউন্টে পুরোনো কিছু ছবি প্রকাশ করেছেন। |
5 | Sirujan humanistux britanku- libiu markankiriwa, kunatix aka Amal Al Leebiel ukat ma seudónimux qilqt'awayi, yakisitaw uskt'asi ukatx publikt'awayi nayra futunak uskt'awayi tuwitir ukaru kunatix aka libia markat tumpit'ir sarï ukanakatxa, @libyansrevolt, kunatix Libia markat uñast'awayi ukjamarakiw uñist'awayi. | এর আগে বিভিন্ন সময় লিবিয়ায় বেড়াতে যাবার সময় তিনি এ সব ছবি তুলেছিলেন। @লিবিয়ানসরিভোল্ট নামক তার টুইটার একাউন্টে প্রকাশ করা এ সব ছবি তিনি যে লিবিয়াকে স্মরণ করেন, তাকে তুলে ধরছে। |
6 | @libyansrevolt:Mä thantha futunak uñjatäyna # Libia markan nayraqat tumpt'awipa… | @ লিবিয়ানসরিভোল্ট : এর আগে বিভিন্ন সময়ে #লিবিয়া ভ্রমণে তোলা ছবি… |
7 | Marku Awriliux Arkuxa arumaw Tripuli nayra markanki, @libyansrevolt jamuqapa. | রাতের বেলা পুরোনো ত্রিপলিতে অবস্থিত মার্কাস আউরেলিয়াসের খিলান। |
8 | Aka futunakampiw qalltawayi Costera marka tripul uka futunakqatu markan uñistawayi, kawkin ch'ujña alinak aljapxi chujna tuqinakan uñjasi, metales ukan irnaqirinakax kallinakanen “sanjanakan” nayra markanakan ukatxaawistrus k'awnanak aljapxi. | ছবি @লিবিয়ানসরিভোল্ট-এর। ত্রিপলির উপকূলীয় এলাকা দিয়ে তিনি তার ছবির যাত্রা শুরু করেছেন- তার ছবি শহরের বাজারকে তুলে ধরছে, যেখানে রাস্তার পাশে সব্জি বিক্রেতারা বসে আছে। |
9 | Ukjamarakiw, yakha futunak aka nayra markat uñistäwayi el castillo otomano Al-Saraaya Al-Hamra sat sutin (el Castillo Rojo), nayra tripoli ukankiwa, ucharakiw uhn museo nacional ruman uta luririnaka, musaykunaka ukajamaraki ñiq'i lluchitanaka. | ছবিতে দেখা যাচ্ছে ঝালাইকার, যারা “জাঙ্গাস” নামে পরিচিত তারা পুরোনো শহরের গলিপথে বাস করছে। এমনকি যারা উট পাখির ডিম বিক্রি করছে এখানে তাদের ছবিও রয়েছে। |
10 | | এ ছাড়াও, তিনি আরো কিছু ছবি প্রদর্শন করেছেন যেগুলো শহরের ঐতিহাসিক বিষয়বস্তুকে তুলে ধরছে, যেমন উসমানিয়া সাম্রাজ্যের প্রাসাদ আল-সারাইয়া আল-হামরা (লাল প্রাসাদ), এই প্রাসাদটি পুরোনো ত্রিপলি শহরে অবস্থিত, এবং এটি এখন রোমান স্থাপত্য, মোজাইক এবং ভাস্কর্যের এক জাতীয় সংগ্রহশালা। |
11 | Jaqha futunak uñist'awayi banderolas de Gaddafi taqi tuqi markäna Martin plaza, aka Gadafi yakha suti aka plazaru ucht'awayi. | তার অন্য কিছু ছবিতে দেখা যাচ্ছেগাদ্দাফিপন্থী স্লোগান আর ব্যানার-এর দৃশ্য, যা সারা শহর ভরে আছে, ছবিতে দেখা যাচ্ছে শহীদ চত্বর, পরে গাদ্দাফি যার নাম সবুজ চত্বর করে ফেলে। |
12 | Ousbanaxa, mä uñt'atat libiu manqaw hagis wali suma lurt'atawa. | অউসবান, লিবিয়ার এক বিখ্যাত রান্না। এটি অনেকটা হ্যাগিস নামে পরিচিত মসলাদার ভেড়ার মাংসের মত এক রান্না। |
13 | @libyansrevolt jamuqapa. | ছবি @লিবিয়ানসরিভোল্ট-এর। |
14 | | এরপর তিনি লেপটিস মাগনার ছবি প্রকাশ করেছেন, এটি ছিল রোমান সাম্রাজ্যের এক অন্যতম শহর, এবং আল খুমাসের কাছে এখনো এর ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়, এটি ত্রিপলি থেকে ১৩০ কিলোমিটার দুরে, যেখানে ওয়াদি লেবদা সমুদ্র উপকূলের সাথে মিশেছে সেখানে অবস্থিত। |
15 | Ukatx Leptis Magna, kunatix mä uñtatat impiriu roman markawa, khums uka tuqin uta allinukatax uñjasis, 130 km tripoli walsu intiru, Wadi Lebda quta tuqin unjasi. | তিনি এই ধ্বংসাবশেষের অনেক ছবি তুলেছেন: লেপটিস মাগনা লিবডার কলোসিয়াম, ভূমধ্যসাগরীয় এলাকার অনেক শহরের এক সাধারণ চিহ্ন। |
16 | Ruina ukanakatx walja phutunakaw apthapiwayi: | ছবি @লিবিয়ানসরিভোল্ট-এর। |
17 | Culisiu Leptis Magna Libda, mä suma uñt'at tuqinqiw aka miditirianu tuqix uñt'atawa:@libyansrevolt. Leptis Magna mä Patrimonio Mundial aka UNESCO tuqit uñt'ata , ukatarakiw aka Amal taqiniru iwji tumt'ir sarapxäm kunatix libia markar sarapkata uñt'ayi: “kunatix jan wali uñjasi, khitix rispunsabliki pawañapawa”. | লেপটিস মাগনা হচ্ছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্যতম এক অংশ, আর এ কারণে যদি কেউ লিবিয়া ভ্রমণে যায়, তাহলে আমল তাকে এই এলাকাটি ভ্রমণ করার কথা বলছে, এবং এর সাথে সে যোগ করেছে : ” কেউ যদি এই সব এলাকার কোন প্রকার ক্ষতি করে তাহলে উক্ত ব্যক্তিকে সেই ক্ষতি পুরণ করতে হবে”। |
18 | Mezquita nayrakat - 668ukha pacha maratäwa: @libyansrevolt. | প্রাচীন এক মসজিদ-৬৬৮ সালে এটি বানানো হয়। |
19 | Ukat futunak ucharakiw tiyupan granjapa, del libio jan uñt'awita dunas de arena satak ukanakampi, palmeras, represanakamp uktax waranqa maran arcillat lurat marka. | ছবি @লিবিয়ানসরিভোল্ট-এর। এরপর তিনি তার চাচার খামার , লিবিয়ার মরুভূমি, বালিয়াড়ি, তাল জাতীয় উদ্ভিদ, বাঁধ এবং হাজার বছরের পুরোনো মাটির শহরের ছবি প্রদর্শন করেছেন। |
20 | Oasis de GaberOun libio jan uñt'ata. | লিবিয়ার মরুভূমির মাঝে গাবেরউন নামক মরূদ্যান। |
21 | Jiwat lamar quta umapas wali jayu k'ara! ¡Flotas! | এর পানি ডেড সি নামক হ্রদের পানির চেয়েও লবণাক্ত! |
22 | @libyansrevolt ukan jamuqapa. Qasr Elhaj, nayrapachata Jebel Nafusa. | এখানে আপনি অনায়াসে ভেসে থাকতে পারবেন ! |
23 | @libyansrevolt jamuqapa. | ছবি @লিবিয়ানসরিভোল্ট-এর। |
24 | Tukt'añatakïsti, mä ukankir jaqisti qullupataruw apatäyna kunatix nayra p'iya ukat jamuqata kunatix 5,000 ~ 10,000 AC. | জেবাল নাফুসার মাঝে অবস্থিত কাসর এলহাজ। এটি এক প্রাচীন শস্য সংরক্ষণাগার। |
25 | Uka pachanakatawa. ukjamarakiw walja pinturanakaw uka cuibanakat utjaraki, mak'ampirakiw Acacus qhunu qullu. ukampirusti yaqhipanakax graffiti ukamp jan walt'ayatanwa. | ছবি @লিবিয়ানসরিভোল্ট-এর। সবশেষে তিনি আমাদের এক স্থানীয় পর্বতে নিয়ে যান, যেখানে তিনি এক প্রাচীন গুহাচিত্রের ছবি প্রদর্শন করছেন। |
26 | Aka post ukaxa Libia markan 2011ni maran sartasiwinakxatawa. | এই সব চিত্র যিশুখ্রিষ্টের জন্মের আগে ৫,০০০-থেকে ১০,০০০ বছরের পুরোনো। |
27 | | তিনি এর সাথে যোগ করেন যে, এ রকম প্রাচীন সময়ের অনেক গুহাচিত্র রয়েছে, বিশেষ করে আকাকাস পাহাড়ে এ রকম অনেক চিত্র দেখতে পাওয়া যায়, তবে দুর্ভাগ্যজনক ভাবে, গ্রাফিতি নামক বিশেষ আঁকাআঁকির কারণে এর কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।। |