# | aym | ben |
---|
1 | | মেক্সিকোঃ গোলাগুলি চলার সময় শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিয়ে গান গেয়েছে |
2 | | ইউটিউবের এই ভিডিওটি প্রদর্শন করছে যে মেক্সিকোর মন্টেরে নামক এক এলাকার স্কুল শিক্ষিকা স্কুলের আশেপাশে চলা গোলাগুলির সময় গান গেয়ে তার ছাত্রছাত্রীদের শান্ত রেখেছিল। |
3 | México: Mä yatichiriw yatiqirinakapamp illapt’äwinak taypin jayllint’i | এই ভিডিটি অতি দ্রুত স্প্যানিশভাষী দেশ সমূহে ছড়িয়ে পড়ে। |
4 | Waraqata imata tuqiwa uñicht'yata, mä yatichiri maman jayllit'atapa yatiqiri wawanakanapampi jan sustxasipxañapataki, kunalaykutixa illapt'awinakawa utxanaxa uka pachanxa aka Monterrey, México markana, Hispano parliri markanakanx qhananjamw uñicht'ayatanxa. | এই ভিডিওটি শিক্ষিকা তার মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে ধারণ করেছিল। এতে দেখা যাচ্ছে একটা ক্লাশরুম ভর্তি শিশু মেঝের উপর শুয়ে আছে। |
5 | | যখন ভিডিওতে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল তখন তার পাশাপাশি শিক্ষিকার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল যে শান্তভাবে তার ছাত্রছাত্রীদের মেঝের উপর মাথা দিয়ে রাখতে বলছিল। |
6 | | সে তার ছাত্রছাত্রীদের নিশ্চিত করে যে সবকিছু ঠিক আছে এবং তারা এই ক্লাশের ভেতর নিরাপদে আছে। |
7 | Waraqataxa imataxa pachpa yatichirina celularaparu waruqt'atanwa uñicht'ayiwa yatichañ uta manqhana kunxamatix jisk'a wawanakan pamparu winkt'atatapa. | সে বার বার তার ছাত্রছাত্রীদের স্মরণ করিয়ে দেয় তারা যেন তাদের মাখা নিচু করে থাকে। |
8 | | এই ঘটনা থেকে তাদের মনোযোগ সরিয়ে দেবার জন্য সে তার ছত্রছাত্রীদের সাথে গান গাইতে শুরু করে। |
9 | Ist'asiwa wali suma kankañampi wawanakaru jist'atapa jan saratapxañapataki ukxamata winkt'atakiñapataki pamparu, ist'askipana illapt'awinaka maysaxa k'uchuna. | এর জন্য স্প্যানিশ ভাষায় বার্নি শ থেকে রেইন ড্রপ বা বৃষ্টির ফোটা নামক গানটি গাইতে শুরু করে। |
10 | Jupaxa llamp'utatayiwa chuymanakapxa taqikunas walikiskaniw sasina, janiw kunas aka yatiqañ uta manqhanxa atkaniti sasina, amt'ayasina jan winkt'atata sartaphañapataki. Uksti lurataynawa jan sutxasipxañapataki, jupaxa qalltiwa jupanakamp chik jayllint'asina. | এই গানের কথা গুলো হল এ রকম, যদি বৃষ্টির ফোটা চকলেটের তৈরি হত এবং যদি সেগুলোকে ধরার জন্য সবাই মুখ খুলে হা করে থাকত তাহলে কতই না মজার হত। |
11 | Ajllt'iwa mä jaillint'awi jalluna ch'aqapa (Gota de Lluvia del show de Barney en español), ukaxa parliwa kuna jallu ch'aqas luratapa mä chocolatxama ukatxa kunxamatsa lakxa jist'arapxaspa umat'añataki. | ছেলেমেয়েদের দিয়ে এই গান গাওয়ানোর মধ্যে দিয়ে সে কেবল তাদের শান্ত রাখতে সমর্থ হয়নি, একই সাথে মেঝের উপর তাদের মাথা নিচু করে রাখতে সমর্থ হয়। |
12 | Ukjama jayllint'ayasinsti janiwa llampuraykakinti jan ukasti luranwa jan p'iqi waytapxañapataki ukatsti mayirakinwa maysaxata jaqukiptapxañapataki ukjamata alaxpacha uñtapxañapataki laka anst'ata. | সে সময় শিক্ষিকা দ্রুত মেঝেতে শুয়ে পড়তে এবং মুখ খোলা রেখে আকাশের দিকে তাকিয়ে রাখতে সমর্থ হয়। |
13 | | স্থানীয় প্রচার মাধ্যম স্কুলটিকে সনাক্ত করতে সক্ষম হয়েছে। |
14 | yatiyawinaka amnaqirinakaxakatxapxataynawa uka yatiqañ utaxa jikxatasinwa Colonia Nueva Estanzuela tuqina, inawisa jak'arupiniwa paqalqu k'añaskunakax wali armanakampi illapt'añataki phisqha k'añasku q'iwirinakaru jiwayañataki puripxatayna, ukjamarusti yatichiri mamaxa janirawa sutipaxa yatitakiti, jichhaxa aka yatichiri mamaruxa satawa atipt'iri kamasani mamawa sasina ukjamarusti wali q'ayachatarakiwa akjama yatiqiri wawanakaru munasitapata. | এই স্কুলটি কলোনিয়া নুয়েভা এস্টানজুয়েলা নামক স্থানে অবস্থিত। সাতটি গাড়ি নিয়ে এক নিজস্ব ট্যাক্সি স্ট্যান্ডে এসে যে সশস্ত্র দল পাঁচজন ব্যক্তিকে খুন করে স্কুলটি সেই এলাকা থেকে মাত্র কয়েক মিটার দুরে অবস্থিত। |
15 | | যে শিক্ষিকা এক কাজটি করেন তার পরিচয় এখনো অজানা, তবে তাকে একজন বীর হিসেবে অভিহিত করা হচ্ছে এবং প্রচার মাধ্যম এবং দর্শকরা তার এই সাহসিকতা, চারিত্রিক দৃঢ়তা ও শব্দের প্রতি ভালোবাসার মূল্যায়ন করছে। |