# | aym | ben |
---|
1 | Siria markan jan walt'aw utjki ukan jamuqanakapa | ছবিতে সিরিয়ার ধ্বংসযজ্ঞ |
2 | Aka post ukax Siria markan 2011/12 ukan jan waltäwinak utjki ukxatawa. | এই পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ। |
3 | Seria markan Fotógrafunakaxa, Siria markan jan walt'äwinak utjki ukxat jamuqanak apst'asin uñtayapxi. Yatiyäw yatiyirinak taypix juk'akiw yatisi. | সিরীয় আলোকচিত্রীরা সারা দেশ থেকে তোলা ছবির মাধ্যমে সিরিয়ার বিপ্লব প্রকাশ, প্রচার ও সংরক্ষণ করছেন, যেগুলো ধ্বংসের চিত্র বহন করছে। |
4 | Uka jamuqanakax kunjamas jan walt'äwinakax utji uka uñt'ayañatakiwa. | সীমিত প্রচার সত্ত্বেও, সিরিয়া থেকে যা উঠে আসছে তা যেন ভয়ংকর বাস্তবতার প্রতিচ্ছবি। |
5 | Walja futugrafos uñt'atanakaw uñt'ayapxi, Yazan Homsy uka Homs ukan jan walt'ayatw uñt'ayi. | নিজের দেশে অবস্থানকারী সিরীয়রা প্রতিনিয়ত তাদের দেশকে আক্ষরিক অর্থে বিদীর্ণ হতে দেখছে। |
6 | | যদিও ছবিগুলো কোন স্থানের অথবা কতজন লোক হামলার শিকার হয়েছে তা নিশ্চিত করার কোন নির্ভরযোগ্য ব্যবস্থা নেই, তবুও নিচের কিছু ছবি সিরিয়ার অবকাঠামো ও আবাসিক এলাকাগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা বোঝার জন্য নমুনা হিসেবে দেওয়া হল। |
7 | Ukatx akham qillqt'i: @YazanHomsY: Yazan Homsy,ukax Homs ukan yuqapawa, revolución seria markan activistapa Khalidya. | শত শত আলোকচিত্রীর মধ্যে, ইয়াজান হোমসি হোমস শহরের ধ্বংসের দৃশ্যগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। |
8 | Revolución victoria ja ukax martirio uka jikxatañkama. | তিনি নিজেই এভাবে বর্ণনা করেছেনঃ |
9 | Jupan Facebookapanw uñt'ayi Homs uka marakan jach'a utanak allthaptki uka. | @ইয়াজানহোমসিঃ মহান হোমসের পুত্র ইয়াজান হোমসি, সিরীয় বিপ্লবের একজন সক্রিয় কর্মী, খালিদিয়া পাড়া থেকে। |
10 | Akan pä jamuqax taqi iyawsatamp uñt'ayatawa. | বিজয়ী অথবা শহীদ না হওয়া পর্যন্ত বিপ্লব চলবে। |
11 | Homs: markanx 139 urunx 14 jach'a utanakaw jan walt'ayata uñjasïna. | তিনি তাঁর ছবিগুলোতে হোমস শহরের দালানগুলোর ধ্বংসের বর্ণনা দিয়ে তা ফেসবুকে পোস্ট করেছেন। |
12 | Fuente: Facebook ukana Yazan Homsi. Iyawsawimp apnaqata. | তাঁর ছবিগুলোর মধ্য থেকে দু'টি ছবি তাঁর অনুমতিক্রমে ব্যবহার করা হল। |
13 | Homs markan nayra qhathupa kunawsati bombardeat ukhamarak phichhantatäk ukhata. | হোমসঃ শহরের ১৪ টি ব্লক ১৩৯ দিন ধরে অবরুদ্ধ। |
14 | | হোমসের আশেপাশের জায়গাগুলো ধ্বংস করতে আসাদ মিলিশিয়া বাহিনী ছয় মাস ধরে সব ধরণের বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে । |
15 | 13/06/2012. Fuente: Facebook uksana Yazan Homsi jupata. | সূত্রঃ ইয়াজান হোমসির ফেসবুক পাতা। |
16 | Iyawsawimp uñt'ayata. | অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে। |
17 | Sirio markan yatiyäwipa, Syrian News Network S.N.N [ar] uka pachparakiw uñt'ayaskäna kunayman yatiyäwinak yatiyasa ukhamarak jamuqanak uñt'ayasa. | বোমা বিস্ফোরণ ও পুড়ে যাওয়ার পর হোমসের পুরাতন বাজার। ০৬/১৩/২০১২, সূত্রঃ ইয়াজান হোমসির ফেসবুক পেজ। |
18 | Siria: Alepo, Homs ukat Damasco markanakata. | অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে। |
19 | Akana, walja jamuqanaka: | সিরীয় নিউজ নেটওয়ার্ক এস. |
20 | Siria - Homs - 21/10/2012 - fuerzas de Al Assad uksat bombardeas jan walt'ayata- Fotografía de Mohammed Ibrahim - SHAAM NEWS NETWORK | periodista de SNN (108). | এন. এন [আরবি] তাদের ওয়েবসাইটে দৈনিক ভিত্তিতে সিরিয়ার প্রধান তিনটি শহর - আলেপ্প, হোমস ও দামাস্কোর ধ্বংসযজ্ঞের ছবি নিয়মিত আপডেট এবং পোস্ট করতে সক্রিয় রয়েছে। |
21 | Uksat iyawsawimp apanaqata. | এখানে কিছু নির্বাচিত ছবি রয়েছেঃ |
22 | Siria - Homs - 21/10/2012 - fuerzas de Al Assad uksat jan walt'ayata- Fotografía de Mohammed Ibrahim - SHAAM NEWS NETWORK | periodista de SNN (102). | সিরিয়া - হোমস - ১০/২১/২০১২ - আল আসাদ বাহিনীর বোমাবাজির ফলে ধ্বংসযজ্ঞ- ছবি তুলেছেন মোহাম্মাদ ইব্রাহিম - শাম নিউজ নেটওয়ার্ক । এস. |
23 | Uksat iyawsawimp apnaqata. | এন. এন রিপোর্টার (১০৮)। |
24 | Siria - Homs - 21/10/2012 - fuerzas de Al Assad uksan bombardeas jan walt'ayata - Fotografía de Mohammed Ibrahim - SHAAM NEWS NETWORK | periodista de SNN (39). | অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে। সিরিয়া - হোমস - ১০/২১/২০১২ - আল আসাদ বাহিনীর বোমাবাজির ফলে ধ্বংসযজ্ঞ- ছবি তুলেছেন মোহাম্মাদ ইব্রাহিম - শাম নিউজ নেটওয়ার্ক । |
25 | Uksat iyawsawimp apnaqata. | এস. এন. |
26 | Siria - Alepo - nayra casco - 13/10/2012 - bombardeo ukamp jan walt'ayata (12). | এন রিপোর্টার (১০২)। অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে। |
27 | Fuente: SHAAM NEWS NETWORK | SNN uksat iyawsawimp apnaqata. Siria - Alepo - 23/09/2012 - aéreo ukat explosiones ukanakamp jan waltyata. | সিরিয়া - হোমস - ১০/১৯/২০১২ - আল আসাদ বাহিনীর বোমাবাজির ফলে ধ্বংসযজ্ঞ- ছবি তুলেছেন মোহাম্মাদ ইব্রাহিম - শাম নিউজ নেটওয়ার্ক । |
28 | | এস. |
29 | | এন. |
30 | Fuente: SHAAM NEWS NETWORK | SNN uksat iyawsawimp apnaqata | এন রিপোর্টার (৩৯)। অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে। |
31 | Siria - Damasco - Tadamon - 07/09/2012 - uksan Destrucción fuerzas de Assad uksat bombardeo ukamp jan walt'ayata (6). | সিরিয়া - দামাস্কাস - ট্যাডামন - ০৭/০৯/২০১২ - আসাদ বাহিনীর বোমা বর্ষণের ফলে আশেপাশের এলাকায় ধ্বংসযজ্ঞ (৬)। |
32 | Fuente: SHAAM NEWS NETWORK | SNN uksat iyawsawimp apnaqata | ছবি সূত্রঃ শাম নিউজ নেটওয়ার্ক । এস. |
33 | | এন. |
34 | Siria - Damasco - Erbeen - 29/10/2012 - Uksan jach'a utar (Edificio) bombardeo ukamp jan walt'ayata, Fuerzas de Assad uksan walja civil pallapallanaka. | এন, অনুমতি নিয়ে ব্যবহৃত। সিরিয়া - দামাস্কাস - ইরবিন - ২৯/১০/২০১২ - আশেপাশের সাধারণ মানুষের উপর আসাদ বাহিনীর বোমা বর্ষণের কারনে দালান ধ্বংস। |
35 | Fuente: SHAAM NEWS NETWORK | SNN. | ছবি সূত্রঃ শাম নিউজ নেটওয়ার্ক । |
36 | Iyawsawimp apanaqata. | এস. এন. |
37 | Aka qillqatax Siria markan 2011/12 ukan jan walt'áwinakax utjki ukxatawa. | এন, অনুমতি নিয়ে ব্যবহৃত। এই পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ। |