# | aym | ben |
---|
1 | Global Voices: Jichhür yanapt'äwim churama | গ্লোবাল ভয়েসেস: দান করুন, আজই |
2 | 2011n marax online ukatakix muspakañawa. | অনলাইনে লেখার জগতে ২০১১ সালটি ছিল এক অসাধারণ বছর। |
3 | | বছরের বিভিন্ন সময় যখন বিশ্বের বিভিন্ন স্থানে বিপ্লব সাধিত হয়েছে, গ্লোবাল ভয়েসেস সেখানে গিয়ে হাজির হয়েছে। |
4 | Uraqpachan yanapt'asirinakaruw jallallt'ata, Global Voicesax marakanakan kuna jan walt'awinakas utjkan uka yatiyawinakap uñt'ayaskana. | স্বৈরশাসকদের পতন ঘটেছে এবং শহর এবং কেন্দ্রীয় এলাকা সমূহে নেটওয়ার্ক ব্যবস্থা প্রভাব বিস্তার করেছে এবং সারা বিশ্ব জুড়ে আমাদের লেখকরা এই সব ঘটনার সংবাদ তুলে ধরেছে। |
5 | Aka aski mara amtañatakixa, Morningside Analytics ukankir masinakamp chikaw Global Voices ukan aski qilqawinak uñt'ayañatak mä poster utt'ayapta [en]. | আমাদের জন্য এই বছরটি ছিল অসাধারণ এক বছর, মর্নিংসাইড এনালিটিকস এর বন্ধুদের সাথে এই বছরটি উদযাপন করার জন্য, আমরা স্বল্প সংখ্যক কিছু পোস্টার তৈরি করেছি, যা দৃশ্যমান “ এ্যাটেনটিভ ক্লাস্টার” [ অনলাইনে লেখক সংঘের এক যোগাযোগ মাধ্যম] । |
6 | Ukax uñacht'awinakax Global Voices ukaruw uñacht'ayi, ukax yatiyirinakatx mä amtaskayawa. | এটি হচ্ছে সেই সমস্ত ব্লগারদের জন্য যারা গ্লোবাল ভয়েসেস-এর সাথে যুক্ত এবং সেই সমস্ত সাইট-এর জন্য যা অনলাইনে একই ধরনের উপাদান রাখে। |
7 | Uka póster ukax taqin munapk ukanakatakiw US$25 jan ukax jilpachampis yanapt'añawa. aka link tuqiw jumankirx alasma. 2012n maran apayarapipxama. | এর ফলে যে চিত্রের সৃষ্টি হয়েছে তা ছিল গ্লোবাল ভয়েসেস-এর সম্প্রদায়ের জন্য এক সুযোগ এবং এক সৃষ্টিশীল কর্মের সৃষ্টি করেছে যা, যা কিনা ইতিহাসে গুরুত্বপূর্ণ এক স্মরণীয় বছর এবং সামাজিক প্রচার মাধ্যমে এক প্রভাব বছর। |
8 | Janiti mä póster munksta ukhaxa, yanapawix uñt'ayatakiskaniwa. | যে সমস্ত ব্যক্তি ২৫ ডলার বা তার বেশী অর্থ দান করবে তাদের জন্য এই পোস্টার সহজলভ্য। এই লিঙ্কের মাধ্যমে আপনারটি আজই সংরক্ষণ করুন। |
9 | Yanapiwinakax Estados Unidos impuestunakapat pisiqtataw Yanapaw taypinkiwa ¡Ukampirus jumanakan redes sociales ukanakamarus uñacht'ayapxarakitawa! | জানুয়ারি ২০১২-তে আমরা পোস্টার গুলো আপনাদের ঠিকানায় মেইল করতে থাকব। এমনকি, যদি আপনি কোন পোস্টার নাও চান, তারপরেও আমরা আপনার সমর্থন পেতে আগ্রহী। |
10 | Global Voices ukax 500k inak qilqirinakana, jaqukipirinakan mä tamachäwiwa, uraqpachan yatiyawinakap uñt'ayapxi. | যুক্তরাষ্ট্রে নিয়মিত ভিত্তিতে দানের অর্থ থেকে প্রাপ্ত টাকা থেকে কর কর্তন করা হয় এবং আমাদের দানের এই পাতার মাধ্যমে এই কাজাটি করা সম্ভব। |
11 | Yanapt'irinakasan jichhak video waraqt'atanak uñjapxama: | এবং দয়া করে আপনার নেটওয়ার্ক-এর মাধ্যমে এই পোস্টটি সবাইকে জানানোর বিষয়টি নিশ্চিত করুন! |
12 | | গ্লোবাল ভয়েসেস হচ্ছে ৫০০-এর মত লেখক, অনুবাদক, এবং ডিজিটাল মিডিয়া একটিভিস্ট-এর একটি মাধ্যম, যারা, আপনাকে সারা বিশ্বের অপ্রকাশিত সংবাদ এবং আলোচনা তুলে ধরে। |
13 | Global Voices: Khitinakapxtansa Global Voices ukax Vimeo ukana. | ছবিকে গুরুত্ব দিয়ে এবং আমাদের সমর্থকদের উদ্ধৃতি দিয়ে তৈরি করা আমাদের নতুন ভিডিও দেখুন: |
14 | Global Voicesax uraqpachan chiqpach aruskipäwiwa, yanapäwinakamamp chikancht'asiskakiñäniya. | গ্লোবাল ভয়েসেস বাস্তবিক অর্থে বৈশ্বিক এক আলোচনার কেন্দ্র এবং আপনাদের সমর্থন, আমাদের অবস্থানকে সেখানে ধরে রাখতে সাহায্য করবে। |
15 | ¡Yuspajara! | ধন্যবাদ! |