# | ben | cat |
---|
1 | হ্যাকিংয়ের অভিযোগে ‘দি ইকনমিস্ট’ এর প্রতি সমন বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইবুনালের | Un tribunal de Bangladesh acusa ‘The Economist’ de pirateig Aquest article forma part de la nostra cobertura especial de les protestes a Shahbag. |
2 | আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার তদন্ত এবং বিচার সংক্রান্ত বাংলাদেশের একটি চলমান ট্রাইবুনাল। | El Tribunal Criminal Internacional (ICT) [en] de Bangladesh es va establir per a investigar i garantir la justícia en crims de guerra, crims contra la humanitat i de genocidi comesos durant la guerra d'Alliberament de Bangladesh al 1971. |
3 | গত ৬ই ডিসেম্বর, ২০১২ তারিখে ইকনমিস্ট পত্রিকাকে যুদ্ধাপরাধ ট্রাইবুনাল অভিযুক্ত করে হ্যাকিংয়ের এবং তারা কিভাবে এবং সভাপতিত্বকারী বিচারক মোহাম্মদ নিজামুল হক এবং বেলজিয়ামের ব্রাসেলসে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভুত যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ জনাব আহমেদ জিয়াউদ্দিনের মধ্যেকার কথোপকথন শুনতে পেয়েছে এবং ইমেইল হাতে পেয়েছে তা ব্যাখ্যা করতে বলেছে। | El 6 de desembre del 2012 el tribunal per als crims de guerra va acusar [en] la revista The Economist magazine de pirateria informàtica i li va demanar que explicara com va aconseguir emails i escoltar converses per Skype entre el jutge president Mohammed Nizamul Huq i el Sr. Ahmed Ziauddin, un expert en crims de guerra originari de Bangladesh però resident a Brussel·les, Bèlgica. |
4 | এই দুই ব্যক্তি গত ২৫ বছর ধরে একে অপরের পরিচিত। | Els dos individus es coneixien des de feia 25 anys. |
5 | আদালতের রায়ে ইকনমিস্ট পত্রিকাকে কথোপকথন বিষয়ে বিচারকের সঙ্গে সরাসরি যোগাযোগ করায় “ট্রাইবুনালের কাজে হস্তক্ষেপ এবং এর সভাপতিত্বকারী বিচারকের গোপনীয়তা লংঘন”-এর দায়ে অভিযুক্ত করা হয়েছে। | El tribunal va acusar The Economist d'“interferir la feina del tribunal i violar la privacitat del seu jutge president” quan la revista va contactar directament el jutge per parlar d'aquestes converses. |
6 | ৮ই ডিসেম্বর, ২০১২ তারিখে ইকনমিস্ট পত্রিকা একটি ব্লগ পোস্টের মাধ্যমে জবাব দেয় যাতে দাবি করা হয়েছে যে এটি “ব্যক্তিদ্বয়ের মধ্যেকার ১৭ ঘন্টা রেকর্ডকৃত টেলিফোন কথোপকথন শুনেছে এবং ২৩০টি ই-মেইল দেখেছে।” | El 8 de desembre del 2012, The Economist va respondre amb un post al seu bloc on assegurava que havia “escoltat 17 hores de converses telefòniques gravades i havia vist més de 230 emails entre els dos homes”. |
7 | তারা জনাব হক এবং জনাব আহমেদ সঙ্গে তাদের আদান-প্রদানের একটি নাতিদীর্ঘ বিবরণ প্রকাশ করেছে। | A més, va publicar una breu explicació de la seua relació amb el Sr. Huq i el Sr. Ahmed. |
8 | একটি স্থানীয় দৈনিক আমার দেশ [বাংলা ভাষায়] কথোপকথনের কিছু অংশের লিখিতরূপ প্রকাশ করলে পরিস্থিতি তুঙ্গে উঠে। | La situació va empitjorar quan el diari local Amar Desh [bn] va publicar una traducció parcial de les converses. |
9 | সেই উপাদানের উৎস একটি ‘বাইরে দেশ', জানানো হয়েছে প্রতিবেদনটিতে। | Aquest material havia estat obtingut per un ‘país estranger', segons suggereix el reportatge. |
10 | ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের দায়মুক্তি | Amnistia per als criminals de guerra del 1971 |
11 | ইতিহাসের অন্যতম নিকৃষ্ট একটি গণহত্যায় পাকিস্তানী সেনাবাহিনী এবং স্থানীয় দোসররা ত্রিশ লক্ষ মানুষ হত্যা এবং ২ লক্ষ থেকে ৪ লক্ষ নারীকে ধর্ষন করা হয়েছে বলে বাংলাদেশ দাবি করে। | El govern de Bangladesh sostè [en] que es van matar uns tres milions de persones i entre 200.000 i 400.000 dones van ser violades [en] per l'exèrcit paquistanès i els seus col·laboradors locals durant un dels pitjors genocidis [en] de la història de la humanitat. |
12 | ১৯৭৪ সালে বাংলাদেশ-পাকিস্তান-ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে বাংলাদেশের মুলতবি বিচার থেকে পাকিস্তানে ১৯৫ জন পাকিস্তানী যুদ্ধবন্দী হস্তান্তর করা হয়েছে এবং পাকিস্তান কখনো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়নি। | Segons un acord tripartit entre Bangladesh, el Pakistan i l'Índia el 1974, Bangladesh va lliurar al Pakistan 195 presoners de guerra paquistanesos pendents de judici i Pakistan mai els va processar. |
13 | যুদ্ধাপরাধের একটি সত্য অনুসন্ধান কমিটি প্রকাশ করেছে যে পাকিস্তান সেনাবাহিনীর স্থানীয় দোসররা অন্ততঃ ৫৩ ধরনের অপরাধে জড়িত ছিল। | Un comitè per determinar els fets dels crims de guerra va revelar [en] que els col·laboradors locals de l'exèrcit paquistanès estaven implicats en almenys 53 tipus de crims. |
14 | স্থানীয় সহযোগীদের একটা বড় অংশ ছিল যুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করে পাকিস্তানের পক্ষাবলম্বনকারী উপমহাদেশের অন্যতম বৃহৎ ইসলামী দল জামায়াতে ইসলামীর সদস্য। | Entre els col·laboradors locals hi havia un gran nombre de membres de Jamaat-e-Islami [en], un dels partits islàmics més grans del subcontinent, que durant la guerra es va oposar a Bangladesh i va fer costat al Pakistan. |
15 | সরকার জাতীয় পুনর্মিলনের একটি প্রচেষ্টা হিসেবে দালাল আদেশের (১৯৭২) এর অধীনে বিভিন্ন অপরাধের জন্যে দোষী সাব্যস্ত বা অভিযুক্ত কিন্তু হত্যা, ধর্ষণ বা অগ্নিসংযোগের দায়ে অভিযুক্ত নয় এমন ব্যক্তিদের প্রতি সাধারণ ক্ষমা (পিডিএফ) ঘোষণা করে। | En un esforç per la reconciliació nacional, el Govern va anunciar una amnistia (pdf, en) per a tots aquells que havien estat condemnats o acusats sota l'Ordre de Col·laboradors (1972), excepte aquells acusats d'assassinat, violació o incendi provocat. |
16 | পরবর্তীতে সমস্ত মোকদ্দমা থামিয়ে দিয়ে সমস্ত অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয় সমাজে একটি ক্ষত রেখে ফলে অনেকে বিশ্বাস করে যে ন্যায়বিচার সম্পন্ন হয়নি। | Més tard, tots els judicis es van aturar i tots els acusats van ser alliberats, deixant una cicatriu en la societat, que considera que no s'ha fet justícia. |
17 | মেয়েরা অভিযুক্ত যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি করে আঁকা ছবিযুক্ত প্ল্যাকার্ড বহন করছে। | Unes noies amb pancartes mostren pintures de suposats criminals de guerra per a demanar un judici ràpid. |
18 | ছবি রেহমান আসাদ। | Imatge de Rehman Asad. |
19 | সর্বস্বত্ত্ব ডেমোটিক্স (৩০/১১/২০১২) | Copyright Demotix (30/11/2012) |
20 | বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩ এর গঠিত কিছু কিছু দিক সংশোধন করে ২০১০ সালের ২৫শে মার্চ তারিখে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ আইসিটি গঠন করে এবং যুদ্ধাপরাধীদের বিচার তাদের একটি নির্বাচনী অঙ্গীকার ছিল। | El partit al govern, el Bangladesh Awami League, va crear l'ICT el 25 de març del 2010 després de fer alguns canvis a la llei de Tribunals Internacionals del 1973 i el judici dels criminals de guerra era un dels seus compromisos electorals. |
21 | বর্তমানে ট্রাইবুনালটি ১৯৭১ সালের যুদ্ধের সময় সংঘটিত অগ্নিসংযোগ, ধর্ষণ ও অন্যান্য নৃশংসতার অভিযোগে জামায়াতের কয়েকজন নেতাসহ ১০জন ব্যক্তির বিচার করছে। | Actualment, el tribunal està jutjant 10 individus, inclosos alguns líders de Jamaat, per provocar incendis, violar i cometre altres atrocitats durant la guerra del 1971. |
22 | ট্রাইবুনালে কিছু কিছু ত্রুটির কারণে কয়েকটি মানবাধিকার সংস্থা আইসিটি'র সমালোচনা এবং এর স্বচ্ছ এবং নিরপেক্ষ প্রক্রিয়া সম্পর্কে উদ্বেগ উত্থাপন করেছে। | El ICT ha estat criticat per diverses organitzacions de drets humans, que han expressat la seua preocupació pels procediments suposadament justos i imparcials. |
23 | অন্যদিকে, বাংলাদেশের সুশীল সমাজ লক্ষ লক্ষ ডলার খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশে আইসিটি বিরুদ্ধে তদবির করার দায়ে জামায়াতে ইসলামীকে অভিযুক্ত করেছে। | A banda d'això, la societat civil de Bangladesh va acusar Jamaat-e-Islami de gastar-se milions de dòlars per fer lobby [en] contra el ICT en diversos països, inclosos els Estats Units i el Regne Unit [en]. |
24 | এছাড়াও জামাত তাদের নেতাদের বিচার থামাতে দেশজুড়ে প্রায়শ:ই পুলিশের বিরুদ্ধে আক্রমণের মতো হিংসাত্মক উপায় ব্যবহারসহ রাস্তায় রাস্তায় বিক্ষোভ করছে। | Jamaat, a més, està organitzant manifestacions a tot el país per aturar el judici als seus líders, sovint utilitzant mètodes violents com atacs a la policia [en]. |
25 | ট্রাইবুনালে ইকনমিস্টের সম্পৃক্ততা | La implicació de The Economist al Tribunal |
26 | ইকনমিস্ট ম্যাগাজিনকে সভাপতিত্বকারী বিচারক মোহাম্মদ নিজামুল হক এবং যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ জনাব আহমেদ জিয়াউদ্দিনের মধ্যেকার বিভিন্ন ই-মেইল এবং স্কাইপ কথোপকথন হ্যাকিংয়ে অভিযুক্ত করার সংবাদ বেরিয়ে পড়লে ব্লগ মণ্ডলে প্রতিক্রিয়ার উদ্গীরণ ঘটে। | La blocosfera es va encendre amb reaccions després de publicar-se la notícia que la revista The Economist havia estat acusada de piratejar els emails i les converses d'Skype entre el jutge president Mohammed Nizamul Huq i l'expert en crims de guerra Mr. Ahmed Ziauddin. |
27 | অনার্য সঙ্গীত প্রশ্ন করেছে: | Aunarjo Sangeet [bn] preguntava: |
28 | বিচারকের কথা/আলোচনা তাঁর অনুমতি ছাড়া কেন রেকর্ড/হ্যাক/প্রচার করা হবে? | Per què es va gravar/punxar o publicar una conversa privada d'un jutge sense el seu consentiment? |
29 | এই প্রশ্নটির জবাব নিশ্চয়ই মাননীয় আদালত চাইবেন। | El tribunal definitivament hauria de preguntar per què. |
30 | বাংলাদেশের আইনানুযায়ী (এবং ব্রিটিনের আইনেও) হ্যাকিং শাস্তিযোগ্য অপরাধ। | El pirateig és un delicte sancionable a Bangladesh (i també al Regne Unit). |
31 | প্রশ্ন হচ্ছে এরা কতদিন থেকে সক্রিয়? | La qüestió és durant quant de temps van ser actius? |
32 | জামায়াতের হ্যাকাররা কতদিন থেকে হ্যাকিং করছে? | Fins quin punt van infringir la privacitat els hackers de Jamaat? |
33 | এই অনুসন্ধানী পোস্টটি স্থানীয় সংবাদপত্র এটা প্রকাশ করার অনেক আগে ফেসবুক এবং ইউটিউবে হোস্ট করা স্কাইপ কথোপকথনের অডিও এবং ভিডিও প্রকাশ করতে থাকা ‘আওয়ামী ট্রাইব্যুনাল' শিরোনামের একটা জামায়াতপন্থী ফেসবুক পৃষ্ঠার সন্দেহজনক কার্যকলাপ প্রকাশ করে। | Aquest article d'investigació [bn] revela l'activitat sospitosa d'una pàgina de Facebook pro-Jamaat Facebook titulada ‘Tribunal Awami Tribunal', que ha estat publicant l'àudio i vídeo de les converses d'Skype que ja estaven a Facebook i a Youtube molt abans que el diari local les publicara. |
34 | একজন সাংবাদিক ডেভিড বার্গম্যান ট্রাইব্যুনালের প্রশ্নগুলোকে তার নিজের “ট্রাইব্যুনালের ই-মেইলগুলো প্রকাশ করা কী ইকনোমিস্টের জন্যে সম্পাদকের নৈতিকতা লংঘন হবে?” | David Bergman, un periodista que cobria els temes de l'ICT al seu propi bloc, diu: “Ha incomplit The Economist el codi de conducta publicant els emails del Tribunal?“. |
35 | ব্লগে কাভার করেছেন। | I comenta: |
36 | তিনি মন্তব্য করেছেন: তাই ট্রাইব্যুনালের এসব ই-মেইল যোগাযোগগুলো প্রকাশ করা ইকনোমিস্টের জন্যে সম্পাদকের নৈতিকতা লঙ্ঘন হবে কী হবে না নির্ভর করে তাদের প্রকাশনায় যথেষ্ট শক্তিশালী জনগণের একটি স্বার্থ রয়েছে কিনা তার উপর এবং সেটা নির্ভর করবে প্রকাশিত যোগাযোগ কতটা গুরুতর অন্যায়ের মাত্রা প্রদর্শন করছে তার উপর। | Així que el fet que The Economist incomplira o no el codi de conducta periodística en publicar aquestes comunicacions per email depèn de si la publicació d'aquestes té un fort interès públic, i això depèn de com de seriós és el nivell d'incorrecció mostrat per les comunicacions publicades. |
37 | তিনি আরেকটি পোস্টে যোগ করেছেন: | En un altre article [en], afegeix: |
38 | সরকারের মধ্যে অনেকে এবং এর সমর্থকরা মনে করে যে ইকনমিস্ট পত্রিকা এটা আওয়ামী লীগ সরকারের জন্যে করেছে। | N'hi ha molts al govern, i entre els seus partidaris, que pensen que The Economist li la té jurada al govern de l'Awami League. |
39 | (কোনো প্রমাণ না দিয়ে) ‘ভারতীয় টাকার বস্তা এবং উপদেশ‘সহ গত নির্বাচনে জয়লাভ করেছিল এই দাবি করা একটি নিবন্ধ এর মূল কারণ। | Això és principalment per un article que assegurava (sense cap tipus d'evidència) que el govern de l'Awami League havia guanyat les últimes eleccions amb ‘bosses de diners i consells indis‘ [en]. |
40 | এছাড়াও এটা ধারাবাহিকভাবে যুদ্ধাপরাধের বিচারের সমালোচনা করে আসছে। | A més, la revista també ha estat continuadament crítica [en] amb els judicis de crims de guerra. |
41 | ট্রাইবুনালের আদেশক্রমে জামায়াতের সাবেক আমীর গোলাম আজমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। | L'ex cap de Jamaat, Gulam Azam, és portat a la presó central de Dhaka per ordre del tribunal. |
42 | ছবি ফিরোজ আহমেদ। | Imatge de Firoz Ahmed. |
43 | সর্বস্বত্ত্ব ডেমোটিক্স (১১/১/২০১২) | Copyright Demotix (11/1/2012) |
44 | প্রীতম দাস মন্তব্য করেছেন: | Pritom Das comenta [bn]: |
45 | আহমেদ জিয়াউদ্দিন এবং নিজামুল হক নাসিম দুইজনেই চাইছেন সরকারের তাগাদা অনুযায়ী তাড়াহুড়ো না করে একটু সময় নিয়েই কাজ শেষ করতে। | Tant Ahmed Ziauddin com Ziaul Haque Nasim suggerien que el judici no havia de procedir ràpidament a petició del govern, sinó que se li havia de donar el temps que fóra necessari. |
46 | একাধিকবার তারা ‘ফেয়ার ট্রায়াল' নিশ্চিত করার কথা উল্লেখ করেছেন। | Parlaven d'un ‘judici just' en diverses ocasions. |
47 | আরিফ জেবতিক লিখেছেন: ড. | Arif Jebtik escriu [bn]: |
48 | জিয়াউদ্দিন কোনো দলের নেতা কিংবা কর্মী নন, একেবারে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন আইনজীবী যার মূল এক্সপার্টিজ ও আগ্রহের জায়গা হচ্ছে যুদ্ধাপরাধ। | Dr. Ziauddin no és un activista ni un líder polític, més bé és un advocat amb reputació internacional especialitzat en crims de guerra. |
49 | তিনি যদি আদৌ এরকম কথোপকথনে অংশ নিয়ে থাকেন, তাহলে সেটি ট্রাইবুনালকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং সঠিক মান অর্জনে সহায়তা করার উদ্দেশ্য থেকেই করেছেন- এজন্য তিনি সাধুবাদ প্রাপ্য। | Si l'implica en una conversa així només pot ser per a ajudar a mantenir la qualitat del tribunal, així que hauríem d'elogiar-lo. |
50 | গোটা আলোচনার স্ক্রিপ্ট নামে যে দীর্ঘ লেখাটি আমারদেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে তার অধিকাংশই ব্যক্তিগত আলোচনায় ভরপুর। | La llarga transcripció publicada al Daily Amar Desh està plena d'afers personals. |
51 | একই সঙ্গে দুই আইনের মানুষ নিজেদের মধ্যে দেশের এবং আন্তর্জাতিক বিভিন্ন আইন আদালতের খবর নিয়ে আলোচনা করেছেন। | Els dos homes de llei discutien diferents qüestions de judicis tant domèstics com estrangers. |
52 | এরকম আলাপের মাঝে আমি দোষ দেখি না। | No veig cap discrepància. |
53 | ইকনোমিস্ট পত্রিকা কাহিনীটি প্রকাশ করে কিনা এবং ট্রাইব্যুনালের উপর এর কোনো প্রভাব পড়বে কিনা তা দেখার বাকি রয়েছে। | Ara falta per veure si The Economist publicarà la història i si això tindrà cap impacte al Tribunal. |