Sentence alignment for gv-ben-20140918-44787.xml (html) - gv-cat-20140910-8766.xml (html)

#bencat
1পুসি রায়ট নতুন মিডিয়া পোর্টাল চালু করেছেLes dues Pussy Riot més mediàtiques obren un nou portal
2৪ জুলাই ২০১৪-এ পুসি রায়টের দুই অ্যাক্টিভিস্ট রোসকিল্ডি ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন।Les dues activistes de Pussy Riot al Roskilde Festival, el 4 de juliol de 2014.
3ছবি তুলেছেন জ্যাকব ক্রোফুর্ড।Jacob Crawfurd.
4স্বত্ত্ব: ডেমোটিক্স।Demotix.
5রাশিয়ার পুসি রায়ট আন্দোলনের দুই পুরোধা ব্যক্তি হলেন মারিয়া আলিওখিনা এবং নাজেডা তোলোকোনিকোভা।
6তারা নতুন প্রকল্প নিয়ে আবার ফিরে এসেছেন। গত সপ্তাহে তারা নতুন একটি মিডিয়া পোর্টাল চালু করেছেন।Les dues estrelles més mediàtiques del grup Pussy Riot, Maria Aliokhina i Nadezhda Tolokonnikova, han tornat amb un nou projecte.
7পোর্টালটির নাম মিডিয়াজোন। সেখানে রাশিয়ার জেল ব্যবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হবে।La setmana passada van llançar un nou portal de notícies dedicat a informar sobre temes i esdeveniments relacionats amb el sistema penal rus.
8আলিওখিনা এবং তোলোকোনিকোভার দাতব্য সংস্থা জোনা প্রাভা অংশীদার হিসেবে সাহায্য করবে।MediaZona va associat amb Zona Prava, la fundació d'Aliokhina i Tolokonnikova que promou els drets dels presos.
9রাশিয়ার খ্যাতনামা সাংবাদিক সার্গেই স্মিরনভ এই মিডিয়া প্রকল্পের এডিটর-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করবেন।
10পোর্টালটি ইতোমধ্যে বিখ্যাত ব্যক্তিদের গ্রেফতার, বিশেষজ্ঞ মতামত, রাশিয়ার জেল ব্যবস্থা নিয়ে প্রতিবদেন প্রকাশ শুরু করেছে।
11সাইটে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।El conegut periodista rus Sergei Smirnov fa d'editor en cap del nou portal.
12সেখানে তোলোকোনিকোভা বলেছেন, রাশিয়ার গণমাধ্যমের অভাব পুষিয়ে দিতেই এই নিউজ পোর্টাল চালু করা হয়েছে।La web ja funciona amb apunts sobre detencions destacades, comentaris d'opinió i articles explicant experiències en presons de Rússia.
13উল্লেখ্য, রাশিয়ার গণমাধ্যমের ওপর ব্যাপক সেন্সরশিপ বহাল রয়েছে। তাছাড়া অনেক গণমাধ্যম পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন করে।En un comunicat de premsa, Tolokonnikova va dir que el portal informatiu del grup pretenia contrarestar els grans mitjans de comunicació russos, que va qualificar de molt censurats i esbiaixats.
14ছ'মাস আগে আমরা জেল থেকে ছাড়া পেয়েছি। আমরা জানি, জেলের যে অবস্থা, তা নিয়ে রাশিয়ার গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করতে পারবেন না।Des de la nostra sortida de la presó fa sis mesos hem tingut la sensació que els mitjans russos ja no eren capaços de cobrir què hi passava.
15কারণ তাদের ওপর ব্যাপক সেন্সরশিপ রয়েছে।
16এমন কোনো মিডিয়া নেই যারা পুতিনের নীতির সমালোচনা করে পার পাবেন। রাশিয়ার আদালত এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করতে পারবেন।A causa de la gran censura de les autoritats, no hi ha espai als mitjans per criticar la política de Putin i documentar els abusos dels drets humans als tribunals.
17মিডিয়া জোনের সম্পাদকীয় টিম।L'equip de MediaZona.
18ছবি নেয়া হয়েছে ভয়েসপ্রজেক্টডটঅর্গ থেকে।Imatge de voiceproject.org.
19পোর্টালটি রাশিয়ার কারাগারে আটকাবস্থা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে।La web es planteja cobrir amb detall els temes relacionats amb les presons a Rússia.
20আমরা চেষ্টা করবো রাশিয়ার জেল ব্যবস্থার চিত্র সবার সামনে তুলে আনার।Ens esforcem per fer més visible què passa al sistema penitenciari rus.
21আমরা বিভিন্ন ইস্যু যেমন নাগরিক অধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি রাজনৈতিক হয়রানী, পুলিশি নির্যাতন, কারাগারে দাসপ্রথা, দুর্নীতি, বিচারিক কড়াকড়ি, আইনি অস্পষ্টতা, পুলিশের কুকুর ইত্যাদি বিষয় নিয়ে প্রতিবদেন প্রকাশ করবো।La persecució d'activistes civils i organitzacions de drets humans, la violència policíaca i la tortura, el sistema d'esclavatge a les presons, la corrupció, la crueltat judicial, l'absurditat legislativa, els coloms que volen per damunt nostre [en referència a una famosa cançó de presó a Rússia], els gossos policia… són alguns dels temes d'interès que cobrirem.
22রুনেটের সবাই নিউজ পোর্টাল চালুর ঘটনাকে ইতিবাচকভাবে নেন।La reacció inicial de la xarxa russa a l'activació de la nova web ha estat molt positiva.
23অনেকে আশা প্রকাশ করেন, এর মাধ্যমে রাশিয়ার অপরাধ ব্যবস্থার মুখোশ উন্মোচিত হবে।Molta gent diu que cobreix un forat informatiu important i que pot ésser interessant per mostrar els draps bruts del sistema criminal rus.
24সাংবাদিক কিরিল মারটিনভ টুইট করেছেন:El periodista Kirill Martynov piulava:
25আমি মনে করি, মিডিয়াজোন প্রকল্প ফলপ্রসু হবে।Crec que MediaZona és una bona iniciativa.
26রাশিয়ার রাজনীতিতে যে মিথ্যাচারিতা রয়েছে, তা বন্ধ করার এখনই সময়।És l'hora de parar de pensar que a Rússia la política no té gossos de seguretat ni combois.
27নিউজ পোর্টালটির ওয়েবসাইটে বলা হয়েছে, বারের পিছন দিক দিয়ে দেখলে, সরকার কীভাবে কাজ করে তা সবচে' ভালো দেখতে পাওয়া যায়।“Una mirada des de darrere els barrots ens dóna la millor perspectiva sobre com treballa el govern,” diu la web.
28গত ডিসেম্বরে জেল থেকে ছাড়া পাওয়ার পরেই আলিওখিনা এবং তোলোকোনিকোভা জোনা প্রাভা গঠন করেন। এর উদ্দেশ্য ছিল রাশিয়ায় বন্দিদের আইনি, মানসিক এবং অনানুষ্ঠানিক সমর্থন দেয়া।Després d'haver estat alliberades de la presó al desembre, Aliokhina i Tolokonnikova immediatament van crear Zona Prava, que ofereix suport legal, psicològic i informació als presos i acusats a Rússia.
29এবারের গ্রীষ্মে এই দুই নারী রাশিয়ার সরকারের বিরুদ্ধে ইউরোপের মানবাধিকার আদালতে মামলা করেছেন।Aquest estiu, totes dues van presentar una demanda contra el govern rus al Tribunal de Drets Humans europeu demanant una compensació pel seu arrest, judici i empresonament.
30গ্রেফতার করার জন্য তারা প্রত্যেকে ১৭০,০০০ মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দাবি করেছেন।Sol·liciten 170.000 dòlars cadascuna.