Sentence alignment for gv-ben-20100509-10678.xml (html) - gv-cat-20100427-101.xml (html)

#bencat
1ফিলিপাইন্স: ইন্টারনেট ক্যাফের হার্ড ডিস্ক নিবন্ধনFilipines: registre dels discos durs dels cibercafès
2ফিলিপিনো অপ্টিকাল মিডিয়া বোর্ড (ওএমবি) সম্প্রতি প্রস্তাব করেছে যে ইন্টারনেট ক্যাফে চালকদের তাদের কম্পিউটারের হার্ড ডিস্ক নিবন্ধন করতে হবে।El Consell dels Mitjans Òptics (OMB) de les Filipines ha proposat recentment exigir als operadors de cibercafès que registrin els discos durs dels seus ordinadors.
3ওএমবি অনুসারে, হার্ড ডিস্কের চৌম্বক যন্ত্রাংশ এটাকে অপ্টিকাল মিডিয়া অ্যাক্ট ২০০৩ অনুসারে ওএমবির নিয়ন্ত্রণাধীন করেছে।D'acord amb l'OMB, la presència de components magnètics als discos durs els posa sota el control de l'OMB, basant-se en la Llei de Mitjans Òptics del 2003.
4ফিলিপিনো ইন্টারনেট ক্যাফে মালিকদের সঙ্ঘ হার্ড ডিস্ক নিবন্ধনের ব্যাপারে আপত্তি জানিয়েছেন এই বলে যে এটি “সমগ্রভাবে আইটি ব্যবসাকে বরফ যুগে ফিরিয়ে নিয়ে যাবে।“Una associació de propietaris de cibercafès de les Filipines ha mostrat l'oposició al registre de discos durs dient que “farà retrocedir la indústria de les TIC en conjunt a l'edat de pedra”.
5জেসি জন সেসে চুনেতা, আজরাইল'স মেরিল্যান্ড ব্লগে মতামত জানিয়েছেন যে এই প্রস্তাবটা বোকার মতো এবং জাতীয় নির্বাচনে প্রযুক্তি- শিক্ষিত রাজনীতিবিদদের প্রয়োজনীয়তার কথা উঠিয়েছেন:JC John Sese Cuneta, comentant al bloc d'Azrael Maryland que la proposta és estúpida, va posar de manifest la necessitat de polítics tecnoalfabetitzats a les eleccions nacionals:
6এটা আমাদের এটা দেখার প্রয়োজনীয়তা দেখায় প্রার্থীদের মধ্যে কারা প্রযুক্তি আর নেট সচেতন, যাতে তাদের আমরা ভোট দিতে পারি।[Això] Ens demostra la necessitat de saber quins dels candidats tenen consciència sobre tecnologia i internet, de manera que els puguem votar.
7এটা চেইন- প্রতিক্রিয়ার মতো, আমরা যদি প্রযুক্তি আর নেট সচেতন না এমন কারো জন্য ভোট করি, যেসব পদে তাদের নিয়োগ দেয়া হবে সেখানে আরো বেশী প্রযুক্তি আর নেট সচেতন বিহীন লোক থাকবে।És una reacció en cadena, si votem per candidats que no tenen una consciència sobre tecnologia i internet, els càrrecs que es concedeixin pertanyeran, més probablement, a individus que no tinguin una consciència sobre tecnologia i internet.
8একই সাথে কা_ফ্রেদো এই প্রস্তাবের সমালোচনা করে বলেছেন এটি সরকারের আর একটা অর্থ উপার্জনের পরিকল্পনা:Al mateix fil, Ka_fredo criticava la proposta dient que era una conspiració lucrativa més del govern:
9আমাদের সম্মানিত প্রযুক্তি রহিত রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্তরা আর একটা অসম্পূর্ণ নীতি তৈরি করেছেন।Una altra política precipitada dels nostres estimats funcionaris no tecnològics.
10এটি তাদের আর এক ধরন ছোট ক্যাফে মালিকদের দোহন করার।És una altra manera que tenen d'explotar els propietaris dels petits cibercafès.
11নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তারা দুর্নীতিদুষ্ট আয়ের সম্ভাবনা সৃষ্টি করছেন।En lloc de buscar maneres per prendre mesures dràstiques contra els violadors, creen fonts d'ingressos potencialment fraudulentes.
12ফিলিপিনো সাংসদ আর গ্লোবাল ভয়েসেস আঞ্চলিক সম্পাদক মং পালাতিনো সাবধান করেছেন যে এই প্রস্তাব “মানুষের একান্ততার অধিকার আর বেআইনি খোঁজ আর দখলের বিরুদ্ধে অধিকারকে খর্ব করতে পারে।“
13“এই ধারনা যে ওএমবি ব্যক্তিগত মালিকানাধীন হার্ড ড্রাইভের নাগাল পাবে তা সংবিধানের পরিষ্কার লঙ্ঘন। এটা যেন আপনার আলমারি সরকারের নজরদারির জন্য উন্মুক্ত করে দেয়া,” বলেছেন পালাতিনো।El parlamentari filipí i editor de GVO Mong Palatino també ha advertit que la proposta “es pot utilitzar per violar el dret de la intimitat de les persones i el dret contra els atacs i les recerques il·legals.”
14ওএমবি যে সমগ্র হার্ডডিস্ক দেখতে পারে, এর ফলে সবার ব্যক্তিগত ফাইল উন্মুক্ত হয়ে পড়বে, পালাতিনো বলেছেন।La possibilitat que l'OMB pugui controlar tot el dispositiu d'emmagatzemament, segons Palatino, posarà al descobert la resta de fitxers personals del propietari.
15ঔনিং আ ক্যাফের জন্য এই প্রস্তাব আরো প্রশ্ন তুলেছে:Mentrestant, la proposta només aixeca més preguntes per a Owning a Cafe:
16যারা তাদের ই-ক্যাফে ব্যবসায় সিডি আর ডিভিডি রাইটার ব্যবহার করছেন, সেটার ওএমবির সাথে নিবন্ধন করা একটা বড় ঝামেলা কারন এটা কেবলমাত্র তাদের কুইজোন সিটি, মেট্রো ম্যানিলার অফিসেই করা যাবে।Per als qui usen gravadores de CD i DVD als seus cibercafès, el registre dels aparells a l'OMB ja és un gran maldecap perquè només es pot fer a la seva oficina de Quezon City, a Metro Manila.
17আমি ভাবছি হার্ড ডিস্কের নিবন্ধন কিভাবে হবে?Em pregunto com es faria el registre del disc dur?
18আমার আর একটা প্রশ্ন হল যে এই আদেশের ফলে কেবলমাত্র ই-ক্যাফে দের তাদের হার্ড ডিস্ক নিবন্ধন করতে হবে?Una altra pregunta és: l'ordre executiva exigirà només als cibercafès registrar els seus discos durs?
19অন্যান্য অফিস আর ব্যবসা প্রতিষ্ঠানের কি হবে - যারা হার্ড ডিস্ক সহ কম্পিউটার ব্যবহার করেন?Què passa amb els altres negocis i oficines que també usen ordinadors amb discos durs?