Sentence alignment for gv-ben-20150906-50187.xml (html) - gv-cat-20150910-10616.xml (html)

#bencat
1একটি কলম কিনি, এক জীবন বাঁচাই। সিরিয়ার একজন পিতা এক তহবিল সংগ্রহে উৎসাহ যুগিয়েছেCompra un boli, salva una vida: un pare sirià inspira una campanya per recaptar fons
2বৈরুতের রাস্তায় আব্দুল হালিম আত্তার এবং তার কন্যা রীম।Abdul Halim Attar i la seva filla Reem als carrers de Beirut.
3ছবি ইন্ডিয়েগোগো-এর।Imatges de Indiegogo.
4স্যোশাল মিডিয়াকে প্রায়শই “ জীবন বদলে দেওয়ার এক শক্তিশালী মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়” এবং “কলম কিনি” (#বাইপেন) বাক্যটি এই ধরণের এক ঘটনায় গত সপ্তাহ ধরে টুইটার এবং ফেসবুকে আলোচিত এক হ্যাশটাগে পরিণত হয়।Sovint les xarxes socials es consideren una “poderosa manera de canviar vides” i un bon exemple d'això és l'etiqueta #BuyPens (compra bolis), tema de tendència a Twitter i Facebook durant les últimes setmanes.
5এই প্রচারণা ছিল এক সিরীয় পিতাকে সাহায্য করার জন্য এক সম্মিলিত প্রয়াস। সম্প্রতি এক ছবিতে আত্তারকে বৈরুতে রাস্তায় কয়েকটি কলম বিক্রি করতে দেখা যায়।La campanya és un esforç col·lectiu per ajudar un pare sirià refugiat, que ha estat fotografiat recentment venent un grapat de bolis a Beirut, capital del Líban.
6আব্দুল হালিম আত্তার এর বাস ছিল দামেস্কের ইয়ারমুক-এর শরণার্থী শিবিরে, বর্তমানে সে বৈরুতে বাস করা এক ফিলিস্তিনি সিরীয় শরণার্থী।Abdul Halim Attar, un sirià-palestí del campament Yarmouk a Damasc és un dels més d'un milió de refugiats sirians que han fugit al Líban.
7সে হচ্ছে সেই সমস্ত লক্ষ লক্ষ শরণার্থীদের মধ্যে একজন যারা সিরিয়া থেকে পালিয়ে লেবাননে আশ্রয় নিয়েছে।
8তার রীম এবং আব্দেলেইলাহ নামক দুই কন্যা রয়েছে, যাদের মা নেই।Ell és pare solter de dos nens: Reem i Abdelillah.
9সিরীয় এক পিতা তার ঘুমন্ত কন্যাকে কাঁধে নিয়ে রাস্তা কলম বিক্রি করছে।Un pare sirià venent bolígrafs als carrers de Beirut amb la seva filla adormida.
10এই কাহিনীর শুরু ২৫ আগস্ট তারিখের করা এক টুইট থেকে, যখন গিসুর সিমোনারসেন (@গিসিসিম) নামক আইসল্যান্ডের এক একটিভিস্ট কলম বিক্রয়রত অবস্থায় আব্দুল হালিমের ছবি পোষ্ট করে, যে কলম বিক্রি করে তার দুই শিশুর জন্য অর্থ সংগ্রহ করছে।La història va començar el 25 d'agost, quan Gissur Simonarson (@GissiSim), un activista islandès, va penjar al seu compte de Twitter una fotografia d'Abdul Halim venent bolígrafs, intentant recaptar diners per als seus dos fills.
11এই ছবি প্রচণ্ড সহানুভূতি এবং সহমর্মিতা তৈরি করে, এদিকে এই পোস্টটি হাজার হাজার বার পুনরায় টুইট করা হয় এবং প্রিয় এক টুইটে তালিকায় উঠে আসে।La imatge va resultar en un tsunami de compassió i solidaritat, amb milers de retuits i favorits.
12আব্দুল হালিমকে উৎসর্গ করে শীঘ্রই সিমোনারসেন একটি টুইটার একাউন্ট খোলে যার নাম “কলম কিনি” (@বাই_পেন), এবং অনলাইন থেকে প্রাপ্ত অর্থ আত্তারকে প্রদান করার জন্য নিজে তাকে খুঁজে বের করে।Simonarson no va trigar a crear un compte a Twitter dedicat a Abdul Halim sota el nom @Buy_Pens, i va sortir a reunir-se personalment amb ell per poder donar-li les donacions obtingudes en línia.
131. Couple of things before I go to bed on #BuyPens project.1. Couple of things before I go to bed on #BuyPens project.
14I'm working on getting a trusted connection in Beirut to meet him, once thatI'm working on getting a trusted connection in Beirut to meet him, once that
15- Gissur Simonarson CN (@GissiSim) August 25, 2015- Gissur Simonarson CN (@GissiSim) August 25, 2015
16১. কলম কিনি নামক প্রকল্পের জন্য বিছানায় ঘুমোতে যাওয়ার বেশ কয়েকটি কাজ সারার আছে।1. Un parell de coses sobre el projecte #BuyPens abans d'anar-me'n a dormir.
17আত্তার এর সাথে যোগাযোগের জন্য বৈরুতে আমাকে বিশ্বস্থ এক সংযোগ খুঁজে বের করতে হবে।Estic treballant per aconseguir una connexió segura a Beirut per reunir-me amb ell. Una vegada que
18২. আর একবার যদি তাকে খুঁজে বের করতে পারি, তাহলে যাতে তার জন্য এক তহবিল গড়া যায় সবচেয়ে সেরা উপায়ে সেই প্রচেষ্টা করব, আর এর জন্য এমন এক একাউন্ট করা হবে যেখান থেকে সে নিজে টাকা উঠাতে পারব, যদি না তার জন্য উঠানো টাকা যাকে দেওয়া হবে আত্তার সেই ব্যক্তিকে খুঁজে না পায়, ৩.2. això passi, trobaré la millor manera de recaptar fons mitjançant un compte que ell mateix pugui utilitzar en cas que 3. jo no pugui estar en persona per ajudar-lo a aconseguir diners i entregar-los-hi.
19অথবা তার হাতে দেওয়া সম্ভব না হয়।Esperem que funcioni i gràcies pel suport!
20আশা করি এই সকল পরিকল্পনা কাজ করবে এবং আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। শীঘ্রই সাংবাদিক এবং ব্লগাররা এই কাহিনী সম্বন্ধে জানতে পারে এবং ক্রমশ আরো অনেকের কাছে কলম কিনি নামক আন্দোলনের খবর পৌঁছে যায়।Aviat, els reporters i bloguers van sentir a parlar de la història i poc a poc més persones van conèixer el moviment #BuyPens.
21লেবাননফররিফিউজি (@লেব৪রিফিউজি) নামক এনজিওর প্রতিনিধি ক্যারোল মালুফ (@ক্যারোলমালুফ) সংগৃহীত অর্থ আব্দুল হালিমের হাতে দিয়ে দেওয়ার তার সাথে সাক্ষাতের উদ্যোগ গ্রহণ করেন।Carol Malouf (@carolmalouf), en representació de la ONG @leb4refugees, també es va posar en marxa per reunir-se amb Abdul Halim i ajudar-lo.
22শরণার্থী পিতা এবং তার কন্যার কলম বিক্রি করার ছবি কলম কিনি (#বাইপেন) নামক আন্দোলনে পরিণত হয় এবং এই আন্দোলনে হাজার ডলার সংগৃহীত হয়েছে।Aquesta fotografia d'un pare refugiat i la seva filla venent bolígrafs ha desembocat en la campanya #BuyPens, que està recaptant milers de dòlars.
23প্রাথমিক ভাবে এই প্রচারণায় ১৫ দিনে অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫,০০০ মার্কিন ডলার।L'objectiu original de la campanya era recaptar 5.000 dòlars en 15 dies.
24তবে মাত্র পাঁচ দিনে ৬,৩৭৫ জন ব্যক্তির অনুদানে এই উদ্যোগ ১৬৮,৮৮৪ মার্কিন ডলার সংগ্রহ করে ফেলেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নাগরিকেরা এই ঘটনায় অর্থ দান করেছে, এছাড়াও মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অন্য অনেক দেশ থেকে অর্থ সাহায্য এসেছে।No obstant això, va aconseguir recaptar 168.884 dòlars, donats per 6.375 persones en tan sols cinc dies, amb donacions provinents dels Estats Units, el Regne Unit, Aràbia Saudita i els Emirats Àrabs entre altres països d'Orient Mitjà i Europa.
25প্রাপ্ত সংবাদ অনুসারে আব্দুল হালিম জানিয়েছে যে এই অর্থ সে কেবল তার সন্তানদের শিক্ষা এবং লালন পালনের জন্য ব্যয় করবে।Abdul Halim ha declarat que la seva intenció és emprar els diners únicament per criar i educar els seus fills.
26যারা কলম কিনি নামক প্রকল্পে অবদান রাখতে চান, তাদের জন্য হাতে এখনো আট দিন রয়ে গেছে।Aquells qui vulguin contribuir al projecte #BuyPens encara tenen unes hores per fer una donació.
27“নতুন এক জীবন শুরু করার জন্য আব্দুল হালিম এবং রীমকে সাহায্য করুন” নামক তহবিল সংগ্রহের প্রচারণা।Campanya de recaptament de fons: “Ajuda Abdul Halim i Reem a començar una nova vida”.
28ছবি ইন্ডিয়েগোগো-এর।Imatge: Indiegogo.