# | ben | cat |
---|
1 | কুয়েতঃ আমীরকে অপমান করার দায়ে টুইটার ব্যবহারকারীর দুই বছরের কারাদণ্ড | Un tuitaire kuwaitià, empresonat per insultar l'Emir |
2 | কুয়েতের এক একটি টুইটার ব্যবহারকারী সাত মাস ধরে কারাগারে আটক, যাকে আমীরকে অপমান করার দায়ে পাঁচ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই সোমবার আরেকজন টুইটার ব্যবহারকারী আইইয়াদ আল হারবিকে একই অভিযোগে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। | Set mesos després de la sentència que comdemnà un usuari de Tuiter a cinc anys de presó per difamar l'Emir de Kuwait, un altre usuari de la xarxa social, Ayyad Al-Harbi, va ser condemnat el 7 de gener de 2013 a dos anys de presó pels mateixos càrrecs. |
3 | হারবি, আমির এবং বিক্ষোভের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সমালোচনা করে বেশ কিছু টুইট লেখে। | Al-Harbi va escriure diversos tuits criticant l'Emir i la repressió de protestants pacífics. |
4 | আদালতের আদেশ অনুসারে (যা কিনা সাবর অনলাইন প্রকাশ করেছে), আইইয়াদ -এর করা টুইট-এ নীচের লাইনগুলোর কারণে তাকে অভিযুক্ত হয়েছে: | D'acord amb l'ordre judicial (publicada per Sabr online), Ayyad va ser processat perquè els seus tuits contenien les següents línies: |
5 | - সেই শাসক গোল্লায় যাক যে তার নিজের নাগরিককে কারাগারে পাঠায়। | -Maleït sigui cualsevol governant que empresioni la seva gent. Maleït sigui qualsevol governant que tingui més oposició que seguidors. |
6 | সেই শাসক গোল্লায় যাক যার সমর্থকের চেয়ে বিরোধীদের সংখ্যা বেশী। - হে রাজন, কুয়েতিদের মাঝে প্রবল ঐক্য প্রদর্শিত হচ্ছে ইরাদা স্কোয়ারে, আর আপনি সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন। - আর কি অবশিষ্ট আছে? | -La seva altesa, la major unió entre kuwaitans va ocòrrer a la plaça Erada i vostè la va atacar. -Què en queda? |
7 | কোন বিপ্লব না, কোন উন্নয়ন না, কোন স্বাধীনতা না, কোন মর্যাদা না, কোন সংসদ না, কোন ভোট প্রদানের অধিকার না, কোন প্রতিবাদ না, কোন আপত্তি না, ঈশ্বরের দোহাই আপনি আমাদের প্রতি কি ধরনের আচরণ করতে চাচ্ছেন? - আর এতে আমি কোন ধরনের প্রমাণ ছাড়াই নাগরিকদের অপমান এবং অভিযুক্ত করতে পারি এবং বলতে পারি যে এটাই হচ্ছে স্বাধীনতা অথবা কোন এ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং তা প্রকাশ হয়েছে? -যদি আপনি কুয়েতি না হন, এবং যদি আপনি উপসাগরীয় এলাকার নাগরিক হন, তাহলে আপনি নিপীড়ন এবং উৎপীড়ক-এর মুখোমুখি হবেন এবং সামান্য তেল -এর মাধ্যমে গ্রেফতার হবেন। - উৎপীড়ন এবং নিপীড়নকে ক্ষমা করা উচিত নয়, তার ক্ষমতা কেড়ে নেওয়া উচিত এবং তার বিচার হওয়া উচিত, সাথে তার জেল হওয়া উচিত এবং তাকে খুন করা উচিত। - এই রাষ্ট্রকে অভিশাপ দেই, যা কিনা তার কুকুরগুলোকে দেশটির নাগরিকদের মর্যাদা ভক্ষণ থেকে বিরত রাখছে না, কারণ তারা বিরোধীতা করছে। | Res de revolució, res de desenvolupament, res de llibertat, res de dignitat, res de parlament, res de votar, res de protestes, res d'objeccions, per l'amor de Déu, què ens estàs fent? -De manera que: hauria d'insultar i acusar persones de coses sense tenir-ne proves i dir que això és llibertat o hauria de dir que el meu compte està hackejat i ser alliberat? |
8 | এছাড়াও আল হারবির বিরুদ্ধে স্বৈরশাসকের সমালোচনা করে ইরাকের কবি আহমেদ মাতার-এর লেখা কবিতা পুনরায় টুইট করার অভিযোগ আনা হয়েছে। | -Si no ets Kuwaità, aleshores ets del Golf. Te les veuràs amb l'opressió, la tirania i l'arrest. |
9 | এছাড়াও এই টুইটারকারী জর্ডানের উদ্দেশ্যে আমীরের রওনা দেওয়ার সময় একটি টুইট লিখেছিল, যাতে বলা হয়েছে: | -El tirà i l'opressor no haurien de ser perdonats, haurien de caure, tenir un judici i ser empresonats i executats. |
10 | মাছ মারার জন্য জর্ডানের উদ্দেশ্য যখন আমীর যাত্রা করেন, তখন বড়রা গান ধরে” মানুষকে প্রহার করা একটা রীতিতে পরিণত হয়েছে” আর এরপর শিশুরা বৃষ্টির জন্য গান ধরে। .” | -Maleït sigui l'estat que no deixa de menjar-se la dignitat del seu poble només perquè aquest s'hi està oposant. |
11 | ঠিক তার বিচারের রায় ঘোষণার পরপর আল হারাবি তার সর্বশেষ টুইটটি করে: @আইইয়াদকিউ৮কিউ৮: আমার স্বদেশ, আমি তোমাকে ভালবাসি! | L'Al-Harbi també va ser acusat de retuitejar un poema del poeta iraquià Ahmed Matar, crític dels dictadors. |
12 | ৬ জানুয়ারি তারিখে আল হারবি পোস্ট করেন, যে তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে: | El tuitaire també va publicar un tuit quan l'Emir va marxar a Jordània en què deia: |
13 | | Des que va marxar a Amman de pesca, els nens cantaven per portar la pluja després que els adults estiguessin cantant: “colpejar la gent ha esdevingut la norma”. |
14 | @আইইয়াদকিউ৮কিউ৮: আগামীকাল আমার বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা বিভাগের আনা অভিযোগ সম্বন্ধে আদালতের রায় প্রদান করবে। | Just després que fos anunciada la seva sentència, n'Al-Harbi va publicar el seu últim tuit. @ayyadQ8Q8: T'estimo, país meu! |
15 | যে সব অভিযোগ হচ্ছে আমীরকে গালি দেওয়া, বিদেশে মিথ্যা সংবাদ ছড়ানো, এবং মোবাইল ফোনের অপব্যবহার। | L'Al-Harbi va publicar el 6 de gener que s'enfonta a tres càrrecs: |
16 | | @ayyadQ8Q8: Demà al matí, el veredicte del jutjat corresponent al meu cas contemplarà els càrrecs imputats per la seguretat estatal: difamar l'Emir, difondre falses notícies a l'estranger i fer un mal ús d'un telèfon mòbil. |
17 | কেবল আপনার প্রার্থনা আমাকে রক্ষা করতে পারে। | Necessito les vostres pregàries. |
18 | কুয়েতের এবং অন্য দেশের টুইটার ব্যবহারকারী এই ধরনের শাস্তি প্রদানের বিরুদ্ধে সমালোচনা করে লিখেছে যে এটা বাক স্বাধীনতার লঙ্ঘন। | Els usuaris de Tuiter de Kuwait i d'altres països van mostrar-se crítics davant una sentència com aquesta, que vulnera el dret a la lliure expressió de les persones. |
19 | আইইয়াদের বন্ধু হুসাইন আল শামারি, একটি মন্তব্য সহকারে তার ছবি পোস্ট করেছে : قبل يومين أخرج لي عياد الحربي السلاح الخاص الذي حُكم عليه بالسجن بسببه ، كان عبارة عن 140 حرف وأحلام ممتدة للسماء ! | Un amic de l'Ayyad, en Hussian Al-Shammari, va publicar una foto de l'Ayyad amb el següent comentari: |
20 | “@হাভানা_এইচ: দুই দিন আগে, আইইয়াদ আল হারবি আমাকে তার বিশেষ অস্ত্র প্রদর্শন করে, যার জন্য তার দুবছরের জেল হয়েছে, এটা হচ্ছে ১৪০ অক্ষরের এক লেখা এবং আকাশ ছোয়া এক স্বপ্ন। “ | قبل يومين أخرج لي عياد الحربي السلاح الخاص الذي حُكم عليه بالسجن بسببه ، كان عبارة عن 140 حرف وأحلام ممتدة للسماء ! |
21 | সাবর অনলাইন সংবাদপত্র একটি ছবি প্রদর্শন করেছে, তাতে দেখা যাচ্ছে যারা তাকে সৌদি নাগরিক হিসেবে অভিযুক্ত করেছে, তার প্রতিক্রিয়ায় তার কুয়েতি সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছে: আইইয়াদ-এর প্রতি একাত্মতা প্রদর্শন করে মিশরীয় একটিভিস্ট গামাল ঈদ মন্তব্য করেছে: | “@Havana_H : Fa dos dies, l'Ayyad Al-Harbi em va mostrar la seva arma especial que el tindrà a presó dos anys: 140 caràcters i somnis que toquen el cel.” |
22 | @গামালঈদ: আমাদের বন্ধু এবং সহকর্মী কুয়েতের নাগরিক আইইয়াদ আল হারবি আমাদের মাঝে থেকে গতকাল পর্যন্ত টুইট করে গেছে এবং এখন সে চেতনার বন্দির তালিকায় নতুন আরেকটি নাম হিসেবে যুক্ত হল। | El diari digital Sabr [ar] va publicar una foto del seu passaport com a reacció a aquells que l'acusen de ser un ciutadà saudita: L'activista Egipci Gamal Eid va comentar en solidaritat: |
23 | কুয়েত থেকে মোন্থার আল হাবিব, যিনি এর আগেও এক বিক্ষোভের সময় গ্রেফতার হয়েছিলেন, তিনি আইইয়াদের শাস্তি এবং গ্রেফতারকৃত অন্য কুয়েতি নাগরিক, রাশাদ আল ইনিজি ও সালাম আল রুজাইব, যারা সম্প্রতি বিরোধী দল আয়োজিত র্যালির সময় গ্রেফতার হয়েছিলেন, এবং বেদুইন একটিভিস্ট আবদুলহাকিম আল ফাদলিকে নিয়ে টুইট করেন: | @gamaleid: Els nostre amic i col·lega Ayyad al-Harbi de Kuwait va estar amb nosaltres tuitejant fins ahir i ha esdevingut un nou número a la llista de presoners de consciència. Monther Alhabeeb, de Kuwait, qui va ser arrestat anteriorment en una protesta, va publicar un tuit després que es fes pública la sentència a l'Ayyad: |
24 | @মোনতাহারআল হাবিব:কারাগারে কাটানো আপনাদের প্রতিটি মূহূর্তে, আপনাদের নিঃশ্বাস আপনাদের স্বাধীনতা। | @Montheralhabeeb: A cada minut que passa mentre ets a presó, respires la teva llibertat. |
25 | ওই সমস্ত প্রতিটি মুহূর্ত আমাদের কাছে ঘন্টার সমান, বিশেষ করে তখন, যখন আমরা বেদনার স্বাদ অনুভব করছি। | Aquests minuts passen com hores per a nosaltres ja que estem constantment assaborint el dolor. |