Sentence alignment for gv-ben-20130421-36071.xml (html) - gv-cat-20130422-5443.xml (html)

#bencat
1পাকিস্তানের নির্বাচনী পথ রক্তে রঞ্জিতPakistan encara les eleccions amb un vessament de sang
2আত্মঘাতি বোমা হামলা, গ্রেনেড বিষ্ফোরন এবং দূর নিয়ন্ত্রিত বোমা হামলা হামলা- সব একদিনে।Un atemptat suïcida, un atac amb granades i una explosió controlada a distància - tot el mateix dia.
3তিনটি আলাদা আলাদা রাজনৈতিক দলের প্রার্থীদের উদ্দেশ্যে সংগঠিত বোমা হামলায় উনিশ জনের প্রাণহানি ঘটেছে।19 van ser les víctimes en tres atemptats diferents que tenien com a objectiu candidats de tres partits polítics diferents.
4পাকিস্তানের নির্বাচনে লড়িয়েদের জন্য ১৬ এপ্রিল ২০১৩ একটি রক্তাক্ত দিন।El 16 d'abril de 2013 va ser un dia sangonent per als candidats de les campanyes electorals al Pakistan.
5পাকিস্তানের একজন সক্রিয় টুইটার ব্যবহারকারী সামাদ খুররম ( @সামাদকে) বলেনঃSamad Khurram (@SamadK), un usuari actiu de Twitter d'origen pakistanès va dir:
6@সামাদকে: গোলাম বিলৌর (এ এন পি), সানাউল্লাহ জেহরি (পিএম এল-এন) এবং জুলফিকার আফগানি (পিপিপি) এর উপর আজ আক্রমণ করা হয়েছে।@SamadK: Avui, Ghulam Bilour (ANP), Sanaullah Zehri (PML-N) i Zulfiqar Afghani (PPP) han sigut atacats.
7এ পরিবেশে কি আমরা নির্বাচন করব?Podem celebrar les eleccions en mig d'aquest clima?
8ধর্ম নিরপেক্ষ এবং পসতুন সংখ্যাগরিষ্ঠ আওয়ামী ন্যাশনাল পার্টি (এ এন পি) মিছিলে পেশোয়ারের উত্তর পশ্চিম অংশে আত্মঘাতি বোমা হামলা চালানো হয়, এ হামলায় ১৫ জন হত এবং দলটির নেতা গুলাম আহমেদ বিলৌরসহ আরও ৫০ জন আহত হয়।Un terrorista suïcida va atemptar contra el partit secular paixtu Awami National Party (ANP) [en] durant un dels seus mítings polítics a la zona nord-est de Peshawar. El resultat, 15 víctimes mortals i 50 ferits, entre els quals un dels seus partidaris, Ghulam Ahmed Bilour.
9তেহেরিক- ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বোমা হামলার দায়িত্ব স্বীকার করে, গত কয়েকমাসে এ নিয়ে ধর্ম নিরপেক্ষ এই দলটির নেতা এবং নির্বাচনী প্রার্থীদের উপর ষষ্ঠ বারের মত বোমা হামলা চালান হয়।
10এ মাসের শুরুর দিকে তালিবান জঙ্গীরা ভোটারদের ভোটদান থেকে বিরত থাকার জন্য সতর্ক করে এবং ধর্ম নিরপেক্ষ রাজনীতিবীদ দের উপর হামলার ঘোষনা দেয়।El partit Tehreek-e-Taliban Pakistan (TTP) s'ha atribuït la responsabilitat [en] de l'atemptat, el que converteix aquest en el sisè atac contra els líders i candidats del partit secular en l'últim mes.
11দক্ষিন ওয়াজিরিস্তানে সহিংসতাঃ আব্দুল খালিকের নির্বাচনী অফিস জংগীরা জ্বালিয়ে দেয়। ছবি পাক ভোট (১১/৪/২০১৩) - এর সৌজন্যেA principis d'abril, militants talibans van alertar els votants [en] que s'abstinguessin d'anar a les urnes i van afirmar que intensificarien els atacs contra polítics seculars.
12পাকিস্তানের অল্প কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে এ এন পি অন্যতম রাজনৈতিক দল যারা প্রকাশ্যে তালিবানদের বিরোধিতা করে।Violència a Waziristan del Sud: l'oficina electoral del candidat independent Abdul Khaliq després de l'explosió causada per militants [en].
13প্রখ্যাত সমাজকর্মী মার্ভি সিরমেদ (@মার্ভিসিরমেদ) টুইট করেনঃImatge de Pak Votes (11/4/2013)
14@মার্ভিসিরমেদ ঃ # টিটিপি - এর সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনো অবস্থান নেওয়ায় #এ এন পি ও তাঁদের সমর্থকদের অভিবাদন #মিডিয়া #রাজনৈতিক দল #এস্টাব্লিশমেন্ট”@MarviSirmed: El meu suport a #ANP per seguir lluitant contra els terroristes de #TTP i tots els seus partidaris allà on siguin #Media #politicalParties #establishment.”
15গত বছরের শেষ দিকে বিলৌরের ভাই এবন একজন রাজনৈতিক কর্মী আত্মঘাতি বোমা হামলায় প্রাণ হারান।El germà de Bilour, també líder polític, va morir [en] en un atemptat suïcida a finals de l'any passat. Hoor F.
16পাকিস্তান তেহরিক -ই- ইনসাফ (পি টি আই) রাজনৈতিক দলের ৩৩ বছর বয়স্ক একজন সমর্থক হুর এফ. খান (@হুভিক) টুইট করেনঃKhan (@HooviK), un jove de 23 anys simpatitzant del partit polític Pakistan Tehrik-e-Insaaf (PTI) va tuitejar [en]:
17@হুভিকঃ # বিলৌর আর কত কষ্ট সহ্য করবে? ভোট নাহি দেনা, না দাও, জান তো নাহি লো জালিমও [আপনি ভোট না দিতে চাইলে না দিবেন, অত্যাচারীরা প্রাণ নেওয়া থেকে বিরত থাকুন] # এ এন পি # পিটিআই #পিপিপি #পি এম এল এন@HooviK: Quant més hauran de patir els #Bilours? vote nai dena, na dou, jan tho na lo zalmo [Si no voleu votar, no ho feu, deixeu de matar gent innocent] #ANP #PTI #PPP #PMLN
18এ এন পি তাঁর নির্বাচনী প্রার্থীদের ভোট চাওয়ার বিষয়টিকে সীমাবদ্ধ করে “ প্রকাশ্যে জনসভা ও মিছিলকে সীমাবদ্ধ “করার জন্য নির্দেশনা জারী করেছে।”L'ANP ha donat instruccions [en] als seus candidats perquè restringeixin la seva campanya electoral i evitin “organitzar desfilades o reunions públiques al aire lliure.”
19নির্বাচন সংক্রান্ত সহিংসতাকে চিহ্নিত করে পাকভোটম্যাপ. পিকে এর স্ক্রীনশট।Captura de pantalla de Pakvotesmap.pk on s'assenyala la localització dels incidents violents relacionats amb les eleccions.
20পাক ভোট-এর অনুমতিক্রমে ব্যবহৃতAmb permís de Pak Votes.
21একই শহরে পাকিস্তান পিপলস পার্টি পার্লামেন্টারী দল (পিপিপিপি)-এর প্রার্থী জুলফিকার আফগানীর বাসায় গ্রেনেড ছোড়া হয়েছে যদিও সৌভাগ্যক্রমে কেউ আহত হয় নি।A la mateixa ciutat es va llançar una granada [en] a la casa del candidat del partit Pakistan People's Party Parliamentarians (PPPP) [en] Zulfiqar Afghani's, però afortunadament ningú no va resultar ferit.
22উশাহিদি প্ল্যাটফর্মে নির্বাচন সংক্রান্ত সহিংসতা নথিভুক্ত করা ও ম্যাপিং করার উদ্যোগ গ্রহণকারী নাগরিক সাংবাদিকতা সংস্থা পাক ভোট টুইট করেঃPak Votes [en], una iniciativa de periodisme ciutadà que documenta i localitza els incidents violents relacionats amb les eleccions mitjançant la plataforma Ushahidi, va tuitejar:
23@ পাক ভোট: পেশোওয়ারের নির্বাচনী এলাকা-১ এর পিপিপি প্রার্থী জুলফিকার আফগানীর উপর হ্যান্ড গ্রেনেড হামলা হয়েছে।@Pak Votes: Atac amb granades a Peshawar NA-1 contra el candidat del PPP Zulfiqar Afghani.
24হামলায় কেউ ক্ষতিগ্রস্ত হয় নি #পাকভোটNingú no ha resultat ferit #PakVotes
25একই দিনে বেলুচিস্তান প্রদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলীয় শহর খুজদারে পাকিস্তান মুসলিম লীগ (এন) - এর প্রার্থী সানাউল্লাহ জেহরির গাড়িবহরে দূর নিয়ন্ত্রিত বোমা হামলায় চার জন হত হয়।Més d'hora el mateix dia, al sud-est de la ciutat de Khuzdar, a la província de Balochistan, quatre persones més van morir en una explosió controlada a distància contra el comboi del candidat del partit Pakistan Muslim League (N) Sanaullah Zehri.
26জেহেরি আঘাত ছাড়াই রক্ষা পান কিন্তু তাঁর ছেলে, ভাগ্নে এবং ভাই এ হামলায় মৃত্যুবরণ করে।Zehri va sortir-ne il·lès, però el seu fill, nebot i germà van morir en l'atemptat.
27এ ঘটনার জন্য বিচ্ছিন্নতাবাদী দল বালুচ লিবারেশন আর্মি (বি এল এ) দায়িত্ব স্বীকার করে।El grup separatista Baloch Liberation Army (BLA) va atribuir-se'n la responsabilitat [en].
28রাজনৈতিক বিশ্লেষক আদনান রাসুল ( @আদনানরাসুল) এ আক্রমনের বিষয়ে মন্তব্য করেনঃOpinant sobre els atemptats, l'analista polític Adnan Rasool (@adnanrasool) va afirmar:
29@আদনানরাসুলঃ প্রথমে সানাউল্লাহ জেহরি, যে তাঁর পরিবারকে হারিয়েছেন .. এর পর গুলা বিলৌর যিনি অল্পের জন্য আক্রমণ থেকে বেঁচে গেছেন..@adnanrasool: Primer ha sigut Sanaullah Zehri qui ha perdut la família… després Ghula Bilour ha pogut escapar per poc d'un atemptat… hem de mantenir-nos units contra el terrorisme.
30সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের এক হওয়া দরকার। তিন সপ্তাহ পর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়ে এই আক্রমণগুলো ছিল কঠোর হুশিয়ারি সংকেত।Aquests atacs es presenten com una premonició descoratjadora d'unes eleccions que tindran lloc d'aquí a tres setmanes.
31তারা নির্বাচনগুলোর প্রকৃতিকে এর মধ্যেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে, অনেকেই এর মধ্যে বলতে শুরু করেছেন যে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এ মুহূর্তে কার্যতঃ অসম্ভব।A més, posen en dubte la naturalesa d'aquestes eleccions, i són moltes les veus que creuen que, en tals circumstàncies, unes eleccions lliures i justes semblen gairebé impossibles [en].
32পাকিস্তানী সাংবাদিক ও কলামিস্ট হুমা ইউসুফ ( @হুমাইউসুফ) টুইট করেনঃEl periodista i columnista pakistanès Huma Yusuf (@HumaYusuf) va tuitejar:
33@হুমাইউসুফ ঃযারা বলেন যে #পাকিস্তানে জঙ্গী একটা মূল সমস্যা; তাঁরা কি বলবেন যে এই সমস্যা এখনো নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করবে@HumaYusuf: Per aquells qui afirmen que la militància és un problema secundari al #Pakistan; segueix sent-ho quan distorsiona els resultats electorals?
34? #পাকভোট #এ এন পি #পেশোওয়ার#PakVotes #ANP #Peshawar
35১১ মে ২০১৩ তারিখে পাকিস্তান নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মত ক্ষমতার গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে যাচ্ছে।Les eleccions al Pakistan [en], la primera transició democràtica de poder en la història política del país, estan programades per a l'11 de maig de 2013.