Sentence alignment for gv-ben-20130224-35255.xml (html) - gv-cat-20130211-4165.xml (html)

#bencat
1ভাসমান আলোকচিত্রে সিঙ্গাপুর‘Levitant’ per Singapur: un projecte fotogràfic desafia la gravetat
2জেডেন তান এবং জেফ চেয়ং সিঙ্গাপুর জুড়ে ‘ভেসে বেড়িয়েছেন' আর ছাত্র-ছাত্রীদের শিখিয়েছেন ভাসমান আলোকচিত্রের গোপন কলা-কৌশল সম্পর্কে।Jayden Tan i Jeff Cheong han estat ‘levitant' [en] per Singapur i, fins i tot, han ensenyat els estudiants els secrets de la fotografia de levitació.
3তাদের প্রকল্পটি সিঙ্গাপুরবাসীর মনযোগ আকর্ষণ করেছে এবং এরই মধ্যে অনেকেই তাদের আলোকচিত্রের সৃজনশীলতা লক্ষ্য করেছে।El seu projecte ha guanyat gran atenció a Singapur i molta gent ha apuntat ja la creativitat de les seues fotos.
4আমরা এই ভাসমান আলোকচিত্রকে গভীরভাবে নিয়েছি।Ens prenem de manera seriosa la fotografia de levitació.
5এতে কোন কেবলের (দড়ি) সাহায্য নেয়া হয়নি, সাহায্য নেয়া হয়েছে ঘাম আর উদ্যমের।Tot es fa sense cables, tot és suor i passió.
6কোন ফটোশপ নয়, নয় কোন স্পর্শ।Sense photoshop, sense retocs.
7আমরা শুধুমাত্র রঙ সংশোধন করেছি একটি নির্দিষ্ট আবহ তৈরী করার জন্যে। বুঝেছেন নিশ্চয়ইSols corregim el color de la foto per dotar-la d'una determinada atmosfera
8জেডেন এবং জেফ তাদের বিস্ময়কর আলোকচিত্রগুলি আমাদের গ্লোবাল ভয়েসেসের পাঠকদের সঙ্গে ভাগাভাগি করার অনুমতি দিয়েছে।Jayden i Jeff ens han donat permís per a compartir les seues meravelloses fotografies amb els lectors de Global Voices.
9তাদের সাথে আমাদের একটি ইমেইল সাক্ষাৎকার নিচে দেওয়া হলো।I dessota podeu trobar l'entrevista via e-mail que vam tenir amb ells.
10কী আপনাদেরকে এই প্রকল্পটি শুরু করতে অনুপ্রাণিত করেছে?Què us va inspirar a l'hora de començar aquest projecte?
11কখন আপনারা এই প্রকল্প শুরু করেছেন?Quan el vàreu posar en funcionament?
12নাৎসুমি হায়াশি তার মধ্যাকর্ষণ-বিরোধী ছবি তোলার মাধ্যমে ভাসমান আলোকচিত্রকে বিখ্যাত করেছেন।Natsumi Hayashi [ja] va fer famosa la fotografia de levitació amb les seues instantànies que desafien la gravetat.
13এবং তারপর থেকে এশিয়ার অনেকে এই উন্মাদনায় যোগ দিয়েছেন এবং তাদের দৈনন্দিন (আটপৌরে) জীবনের প্রবহমান কর্মকাণ্ডে লিপ্ত থেকে তাদের নিজেদের ‘ভাসমান' অমত্ত ছবিগুলো ভাগাভাগি করা শুরু করেছেন।I, d'aleshores ençà, molta gent des d'Àsia al món s'ha unit a aquesta bogeria i ha començat a compartir les seues millors fotos, on apareixen ells mateixos ‘flotant' mentre fan les seues (mundanes) activitats quotidianes.
14গত বছরের জুলাইতে আমরা ফেসবুক পৃষ্ঠাটি চালু করেছি।Vàrem obrir la pàgina de Facebook en algun moment de juliol de l'any passat.
15স্থানীয় সম্প্রদায়ের কাছ থেকে আপনারা কী কী প্রতিক্রিয়া লাভ করেছেন?Quines reaccions heu rebut per part de la comunitat local?
16কয়েকটি দল সিঙ্গাপুরে ভাসমান আলোকচিত্র তুলছে।Hi ha diversos grups a Singapur que fan fotografia de levitació.
17আমরা সবাই একই আবেগ দিয়ে সংযুক্ত এবং এটা খুব ভাল যে স্থানীয় পত্রিকাগুলো এই বিশেষ আগ্রহী দলটির বিষয়ে প্রথম পাতায় একটি কাভারেজ দিয়েছে!Tots estàvem connectats per una mateixa passió i fou genial que els diaris locals dedicaren les seues portades a aquest interès tan especial nostre!
18এই প্রকল্পটিতে আপনাদের প্রিয় আলোকচিত্র কোনগুলো?De tot el projecte, quines són les vostres imatges favorites?
19আমাদের পছন্দ গত বছরের ক্রিসমাসের সর্বশেষ অ্যালবামটি।Ens agrada l'àlbum més recent que férem pel Nadal del passat any.
20আমরা নৃত্যশিল্পী, খাদ্য-বিষয়ক ব্লগার এবং আমাদের কিছু বন্ধুদের সহযোগিতা নিয়ে কাজ করেছি।Colaboràrem amb ballarins, blocaires de cuina i alguns dels nostres amics.
21এত বড় একটা দলের ছবি তোলা যেন একটি মহাকাব্যিক ব্যাপার।Fou una sessió èpica amb un grup tan gran.
22অ্যালবামটির থিম ছিল নাতিশীতোষ্ণ অঞ্চলের ক্রিসমাস এবং আমরা মনে করি ক্রিসমাসের আনন্দ চারদিকে ছড়িয়ে দিতে এটা জাদুর মতো কাজ করেছে।La temàtica era el Nadal als tròpics i pensem que té la màgia suficient com per escampar l'alegria del Nadal.
23অন্য যেটি আমরা পছন্দ করেছি সেটি হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অ্যালবামের তোলা ছবিটি।L'altre que més ens agrada és l'àlbum que vam realitzar a l'aeroport Changi de Singapur.
24ভাগ্য ভাল যে আমরা বিমানবন্দরটির ট্রানজিট এলাকার ছবি তোলার অনুমতি পেয়েছি।Tinguérem la sort d'aconseguir un permís per tal de fer fotos a l'àrea de trànsit.
25প্রজাপতির বাগান, গতিশীল বৃষ্টির ভাস্কর্য এবং ছাদের উপরে একটা সুইমিং পুলের মতো খুবই আকর্ষণীয় পটভূমিসহ বিমানবন্দরের দৃশ্য খুবই সুন্দর।L'aeroport disposa d'un escenari magnífic i un teló de fons molt interessant com ara el jardí de papallones, l'escultura de pluja cinètic i el terrat amb piscina.
26ভাসমান আলোকচিত্র প্রকল্প নিয়ে এবছরের পরিকল্পণাQuins plans teniu en el present any pel que fa al projecte de levitació?
27আমরা এই মজা এবং সৃজনশীল নতুন নতুন গল্প বলা চালিয়ে যাবো আর পূর্ববর্তী অ্যালবামের কৃতিত্বকে অতিক্রম করার জন্যে নিজেদের চ্যালেঞ্জ করা অব্যাহত রাখবো।Continuarem contant noves històries divertides i creatives i ens desafiarem per tal de superar l'àlbum anterior.
28শেষাবধি আমরা নবীন শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কাজ ভাগাভাগি করার সুযোগ পেয়েছি।De fa poc que tenim l'oportunitat de mostrar el nostre projecte als estudiants més joves.
29এবং এর মজার দিকটি হলো যে এতে ছড়িয়ে দেওয়ার মতো উচ্ছ্বল কিছু জীবনের দক্ষতা রয়েছে।I una part divertida de les coses és poder impartir certes habilitats de la vida alegre i senzilla.
30ভাসমান আলোকচিত্রের নিখুঁত ছবিটি তোলার জন্যে কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে।La fotografia de levitació requereix molt de treball per tal de capturar la imatge perfecta.
31এতে অধ্যবসায়, দৃঢ়তা এবং উৎকর্ষের শিক্ষা রয়েছে যা আমরা তাৎক্ষণিক প্রয়োগ হিসেবে ভাগাভাগি করে থাকি।Aprenem de les lliçons de perserverància, tenacitat i perfecció i les compartim en un compromís ad hoc.
32হাতে-কলমে শিক্ষা দিয়ে অধিবেশনটি সমাপ্ত হয় যেখান থেকে তারা কাজটি সম্পর্কে একটি সম্যক ধারণা পায়।La sessió acaba amb una lliçó pràctica que els permet copsar el sentit del treball.
33কিন্তু ফলাফলটি দেখার পর গর্ব এবং বিস্ময়ে তাদের বুক ফুলে উঠে এবং এটা বাচ্চাদের মধ্যে অসম্ভবকে সম্ভব করার আত্মবিশ্বাস যোগায়।Però quan veuen el resultat, l'orgull i l'astorament fan efecte i donen aquests nens la sensació d'èxit en veure's ells mateixos fent el que sembla impossible.