# | ben | cat |
---|
1 | মিশরের প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ মোরসিকে ২০১১ সালের কারগার পালায়নের মামলায় মৃত্যুদণ্ড প্রদান করা হয় | L'antic president d'Egipte, Mohammed Morsi, sentenciat a mort per escapar de la presó en 2011 |
2 | একজন রাজনৈতিক কার্টুন শিল্পী @Khalidalbaih অংকিত প্রাচীন মিশর ও বর্তমানের মিশরের মধ্যে তুলনা করা একটি কার্টুন, টুইটারে শেয়ার করেছে @_amroali | Dibuix del dibuixant polític @Khalidalbaih on compara l'antic Egipte i l'Egipte de hui en dia, compartida per @_amroali en Twitter |
3 | আরও অন্যান্য ১০০ জনের বেশী ব্যক্তিসহ মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মোরসিকে ২০১৫ সালের মে মাসের ১৬ তারিখে মৃত্যুদণ্ড দেয়া হয়। | El primer president d'Egipte escollit democràticament, Mohammed Morsi, va ser condemnat a mort junt amb altres 100 persones el passat 16 de maig de 2015. |
4 | সাজা কার্যকর করার আগে, ক্ষমতায় থাকাকালীন বিক্ষোভকারীদেরকে গ্রেফতার ও অত্যাচার করার নির্দেশ দেয়ার জন্য ইতোমধ্যেই ২০ বছরের কারাদণ্ডের সাজা ভোগরত মুসলমান ভ্রাত্রীসংঘের এই সদস্যের মামলাটি অনুমোদন করার জন্য দেশের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ মুফতির কাছে পাঠানো হয়েছে। | El cas del membre dels Germans Musulmans, qui ja està complint una condemna de 20 anys per ordenar l'arrest i la tortura de manifestants mentre estava en el poder, ha estat transmès a la màxima autoritat religiosa del país, el Mufti, perquè el segelle, abans que s'execute la sentència. |
5 | পরবর্তী শুনানির তারিখ আগামী ২রা জুন নির্ধারণ করা হয়েছে। | La propera audiència està fixada per al 2 de juny. |
6 | বিদেশী জঙ্গিদের সাথে যোগসাজোসে ২০১১ সালের জানুয়ারী মাসে মিশরীয় বিপ্লবের সময় ওয়াদি নাত্রুন কারাগার থেকে বন্দী পলায়নের সময় ইসলামপন্থীদেরকে মুক্ত করার অভিযোগে মোরসিকে আজকের সাজা দেয়া হয়েছে। | La sentència fou dictada contra Morsi per col·laborar amb exmilitants per tal d'alliberar islamistes durant una fugida de la presó de Wadi Natroun enmig de la revolució egípcia en gener de 2011. |
7 | তার ১০৫ সহ-অভিযুক্তদের মধ্যে প্রায় ৭০ জন ছিল প্যালেস্টিনীয় যাদেরকে হামাসের সদস্য বলে অভিযুক্ত করা হয়েছিল এবং তাদের অনুপস্থিতিতেই বিচার করা হয়েছিল। | Entre els 105 coacusats hi havia 70 palestins, acusats de ser membres de Hamas, qui van ser acusats i processats en absència. |
8 | এবং মৃত্যুদণ্ড দেয়া প্যালেস্টিনীয়দের মধ্যে হাসান সালামেহ্ ১৯৯৪ সাল থেকেই ইজরায়েলী কারাগারে বন্দি, এবং রাইদ আত্তার ইতোমধ্যেই মারা গিয়েছে। | I entre els palestins sentenciats a mort, Hassan Salameh està empresonat a Israel des de 1994, i Raed Attar ja està mort. |
9 | মিশর দু'জন প্যালেস্টিনীয় হাসান সালেমেহ্ এবং রাইদ আত্তার কে মৃত্যুদণ্ড দিয়েছে - যাদের একজন ১৯৯৪ সাল থেকেই ইজরায়েলী কারাগারে বন্দি, এবং অন্যজন মারা গিয়েছে | Egipte condemna als palestins Hassan Salameh i Raed Attar a mort - l'un ha estat empresonat a Israel des de 1994, l'altre està mort #MorsiTrial- Middle East Eye (@MiddleEastEye) 16 de maig de 2015 |
10 | মোরসির বিরুদ্ধে যে মামলা গঠন করা হয় সে অনুসারে হামাস জঙ্গিরা মিশরে প্রবেশের জন্য গাজা থেকে সুরঙ্গ পথ ব্যবহার করে কারাগারগুলোকে দখল করে নিয়ে মুবারক কর্তৃক কারাবন্দী করা ইসলামপন্থীদের মুক্ত করে দেয়। | Segons el cas presentat contra Morsi, el militants de Hamas van emprar túnels per entrar des de Gaza fins a Egipte, on van cercar presons i alliberar islamistes empresonats per Mubarak. |
11 | মুক্ত করে দেয়াদের মধ্যে মোরসিসহ ৩০জন শীর্ষ মুসলমান ভ্রাত্রীসংঘের সদস্য ও সেই সাথে সাথে প্রায় ২০,০০০ পর্যন্ত কারাবন্দী ছিল। | Entre els alliberats figuraven 30 membres de pes dels Germans Musulmans, entre els quals es trobava Morsi, així com uns 20.000 presoners. |
12 | বিপ্লবের এক বছর পর মোরসি মিশরের রাষ্ট্রপতি হয়, যে বিপ্লবের মাধ্যমে ৩০ বছরেরও বেশী সময় ধরে মিশরকে শাসন করা হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করা হয়। | Morsi va ser president d'Egipte durant un any després de la revolució que va derrocar Hosni Mubarak a principis de 2011 (havia governat Egipte durant més de 30 anys). |
13 | তাকে উৎখাত করার আহ্বানে তীব্র প্রতিবাদের মুখে মোরসির রাজত্ব ২০১৩ সালের জুলাই মাসেই সংক্ষিপ্ত হয়ে যায়। | El govern de Morsi va estar interromput en juliol de 2013 després de protestes massives que pregaven per la seua eixida. |
14 | তারপর মিশরীয় সশস্ত্র বাহিনীর প্রধান সেনাধিনায়ক ও প্রতিরক্ষা মন্ত্রী সর্বাধিনায়ক আবদেল ফাত্তাহ এল সিসি-এর নের্তৃত্বে সেনাবাহিনী নিয়ন্ত্রণ গ্রহণ করে, যিনি বর্তমানে মিশরের রাষ্ট্রপতি। | Després, l'exèrcit egipci va prendre el comandament sota el lideratge del Comandant en Cap de les Forces Armades d'Egipte i Ministre de Defensa, el General Abdul Fattah El Sisi, qui és ara president de l'estat. |
15 | ক্ষমতাচ্যুত করার পর থেকে মোরসির মুসলমান ভ্রাত্রীসংঘ আন্দোলনকে মিশরে নিষিদ্ধ করা হয়েছে এবং এর হাজার হাজার সমর্থনকারীদেরকে গ্রেফতার করা হয়েছে। | Des que va ser expulsat del poder, el moviment dels Germans Musulmans de Morsi ha estat prohibit a Egipte i s'ha arrestat a milers de partidaris. |
16 | এদের মধ্যে আছে ভ্রাত্রীসংঘের সর্বোচ্চ সহায়ক মোহামেদ বাদী এবং এমবি-এর নেতা মোহামেদ বেলতাগী যাদেরকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। | Entre aquests hi ha un guia suprem de la germandat, Mohamed Badie, i el líder, Mohamed Beltagy, els quals han estat també condemnats a mort. |
17 | ৮৫ হাজার অনুসারী থাকা ও ঐ বিচারের শুনানীতে অংশগ্রহণ করা সাংবাদিক সারা এল সিরগানীর মতে: | Segons la periodista Sarah El Sirgany, qui compta amb 85.000 seguidors en Twitter i qui estava en el judici: |
18 | প্রধান মুফতির কাছে পাঠানো মানে হলো মৃত্যুদণ্ড। | El fet que hagen derivat el procés al Gran Mufti indica una sentència a mort. |
19 | তার মতামত শুধুমাত্র উপদেষ্টামূলক। | La seua opinió és sols una recomanació. |
20 | জুনের ২ তারিখেই বিচারক আসল সাজা পাঠ করবেন। | El jutge anunciarà la sentència real el 2 de juny. |
21 | তিনি আরও যুক্ত করেন: | - Sarah El Sirgany (@Ssirgany) 16 de maig de 2015 |
22 | সারসংক্ষেপ: গুপ্তচরবৃত্তির বিচারের ১৬জনকে মুফতির কাছে পাঠানো হয়েছিল। | I afig: Per a recapitular: en el judici per espionatge, 16 van ser derivats al Mufti. |
23 | বন্দী পলায়নের বিচারের মোরসি ও ১০০ জনের বেশী ব্যক্তিকে মুফতির কাছে পাঠানো হয়েছে। | En el judici per la fugida de la presó, Morsi i altres 100 van ser transferits al Mufti. |
24 | মোরসির এই সাজা অনলাইনে প্রতিক্রিয়ার ঝড় তুলেছে, যেখানে ধর্মীয় ও রাজনৈতিক মঞ্চের ভাষ্যকাররা এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। | - Sarah El Sirgany (@Ssirgany) 16 de maig de 2015 La notícia de la sentència de Morsi va desencadenar una tempesta de reaccions en línia, amb comentaristes més enllà del món de la política i la religió denunciant que el procés tenia motivació política. |
25 | কারাবন্দি থেকে রাষ্ট্রপতি | De presoner a president |
26 | কারাবন্দি থেকে রাষ্ট্রপতি হওয়া মোরসির জীবনের ঘটনাচক্র রানা আলাম ভুলে যান নি, যিনি ভেবে পান না কারাগার থেকে পালিয়ে যাওয়া একজনকে কিভাবে রাষ্ট্রপতি পদে দাঁড়ানোর জন্য সুযোগ দেয়া হলো। | El gir d'esdeveniments en la vida de Morsi, de presoner a president, no se li escapa a Rana Allam, qui es pregunta com a algú que havia escapat de la presó se li va permetre postular la presidència per començar. |
27 | তিনি টুইট করেছেন: | Tuiteja: |
28 | ২০১১ সালে জেল পলায়নের কারণে মিশরের আদালত প্রাক্তন রাষ্ট্রপতি মুরসিকে মৃত্যুদণ্ড প্রদান করতে চাচ্ছে…তবুও তাকে রাষ্ট্রপতি পদে দাঁড়াতে সুযোগ দেয়া হয়েছে!! | El tribunal egipci busca la pena de mort per a l'antic president Morsi http://t.co/eojr6HLKoe per haver-se'n escapat de la presó en 2011. |
29 | অনেকেই ভবিষ্যদ্বাণী করেছে যে মোরসিকে মৃত্যুদণ্ড দেয়া হবে না, যেহেতু এই ধরনের মামলাগুলোতে আপিল করা যায় এবং আদালতে বছরের পর বছর লেগে যেতে পারে। | Així i tot, el van deixar presentar-se a president! Molts prediuen que Morsi no serà executat, ja que eixos casos es poden apel·lar i poden durar anys en els tribunals. |
30 | মিশরীয় আমর তার ৪. ৫ হাজার অনুসারীদেরকে বলেন: | L'egipci Amr conta als seus 4.500 seguidors: |
31 | যদি #সিসি'র মাথা খারাপ হয়ে না থাকে তবে #মোরসির মৃত্যু কখনোই কার্যকর করা হবে না। | A no ser que #Sisi perda la raó, #Morsi mai no serà executat. |
32 | কিন্তু #মিশরীয় বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধার ছিটেফোঁটাও যেটুকু ছিল তার মৃত্যু হলো। এবং ৩. | PERÒ hui s'ha executat qualsevol vestigi de respecte pel poder judicial a Egipte. |
33 | ৯ হাজার অনুসারী থাকা ফুসট্যাট আরও বলেছেন: | I Fustat, amb 3.900 seguidors, afig: |
34 | মোরসি বা মুসলমান ভ্রাত্রীসংঘের মুহামেদ বাদী'র কারোই মৃত্যুদণ্ড অবশেষে কার্যকর করা হবে না, তাদের সাজা লঘু করা হবে। | És poc probable que tant Morsi com Muhamed Badie, dels Germans Musulmans, siguen executats al cap i a la fi. Les sentències seran commutades. #MorsiTrial #Egypt |
35 | মানবাধিকার সংস্থাগুলো এই বিচারকার্যকে কৃত্রিম হিসেবে আখ্যায়িত করেছে। | - fustat (@fustat) 16 de maig de 2015 Les organitzacions de Drets Humans van descriure el judici com una farsa. |
36 | রায়ের পর হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)-এর নির্বাহী পরিচালক কেনেথ রথ টুইট করেছেন: | Després del veredicte, el Director Executiu de Recursos Humans (HRW) va tuitejar: |
37 | কোন প্রমাণের ভিত্তিতে নয় বরং পুলিশের অনুমান এবং আদালতের পক্ষপাতিত্বের কারণে মোরসি ২০ বছরের সাজা পেয়েছে: এইচআরডাব্লিউ-এর বিশ্লেষণ। তার সহকর্মী এইচআরডাব্লিউ-এর মাধ্যম পরিচালক এন্ড্রু স্ট্রোহ্লাইন আরও বলেন: | Morsi va rebre una sentència de 20 anys no basada en la evidència, sinó en conjectures de la policia i en la parcialitat del tribunal: anàlisi de @HRW. http://t.co/XM7IUhIr4w pic.twitter.com/s67NIFSgLv- Kenneth Roth (@KenRoth) 26 d'abril de 2015 |
38 | উৎখাত হওয়া রাষ্ট্রপতি মোরসিকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করে। | El seu col·lega, el Director de Mitjans Europeus d'HRW, Andrew Stroehlein, va afegir: |
39 | অধিকারের প্রতি মিশরের শ্রদ্ধা যে শূন্য এটি তারই আরও প্রমাণ | El tribunal sentencia a mort al derrocat president Morsi. |
40 | | Una prova més del nul respecte d'Egipte als drets http://t.co/hZg9iFgnWD pic.twitter.com/NGB5GKvElo- Andrew Stroehlein (@astroehlein) 16 de maig de 2015 |
41 | এই অঞ্চলের নেটব্যবহারকারীরাও একই ধারা অনুসরণ করেছেন। | Els cibernautes de tota la regió van vindre a continuació: |
42 | গাজা থেকে ওমার ঘ্রাইব লিখেছেন: | Omar Ghraieb, de Gaza, escriu: |
43 | অনেক ব্যক্তিই আমাকে বলেছে যে তারা আর #মিশর-কে বা তাদের বিচারব্যবস্থাকে বুঝতে পারছে না। | Molta gent m'ha contat que ja no entenen el sistema judicial d'Egipte. N'estic d'acord. |
44 | আমিও একমত। | #Gaza |
45 | এবং বাহরাইনীয় আদেল মারজুক তার ৩৯. | - Omar Ghraieb (@Omar_Gaza) 16 de maig de 2015 |
46 | ১ হাজার অনুসারীদের জন্য লিখেছেন: | I Adel Marzooq, de Bahrain, escriu als seus 39.100 seguidors: |
47 | লজ্জার সংজ্ঞা কী? | Definició de vergonya? |
48 | উত্তর হলো: একটু একটু করে সঞ্চারিত করা মিশরীয় বিচার ব্যবস্থা, এবং আইন, প্রক্রিয়া ও পদ্ধতি, যেগুলো অন্যান্য আরব দেশে (বাহরাইনসহ) চালান দেয়া হয়েছে, যে দেশগুলো মিশরীয় আইন পালন করে এবং মিশরীয় বিচারক নিয়োগ করে | La resposta és: el poder judicial egipci i les lleis, mecanismes i procediments que ha instal·lat i exportat a altres països àrabs (fins i tot Bahrain) que segueixen les lleis egípcies i designen a jutges egipcis. |