# | ben | cat |
---|
1 | ভেনেজুয়েলাঃ হুগো শাভেজ মারা গেছেন | Veneçuela: Hugo Chávez ha mort |
2 | আজ সন্ধ্যায়, ভাইস-প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হুগো শাভেজ ফ্রিয়াসের মৃত্যু সংবাদ ঘোষণা করেন। | Durant la tarda, el vicepresident Nicolás Maduro ha informat de la defunció del president de Veneçuela, Hugo Chávez Frías. |
3 | প্রেসিডেন্ট শাভেজ ২০১০ সাল থেকে ক্যান্সারে ভুগছিলেন এবং কিউবায় এর জন্য চারবার চিকিৎসা নেন। | El president Chávez patia de càncer des de l'any 2010 y va ser sotmès, almenys 4 vegades, a diversos tractaments a l'illa de Cuba. |
4 | ২০১২ সালের ৭ অক্টোবর, নির্বাচনে জয়লাভের পর, যা তাকে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিশ্চিত করেছে, তিনি ডিসেম্বরে ঘোষণা দেন যে তাকে আরেকটি অস্ত্রোপচারের জন্য কিউবা যেতে হবে। | Després de guanyar les eleccions del 7 d'octubre de 2012, que li asseguraven un mandat des del 2013 fins 2019, anuncià al desembre que havia de tornar a Cuba per sotmetre's a una nova intervenció. |
5 | ৮০ দিনেরও বেশি সময় পর্যন্ত তিনি মিডিয়ার সামনে আসেন নি, শ্বাস-প্রশ্বাসের জটিলতা ও ক্যান্সার বৃদ্ধির কারণে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। | Més de 80 dies després, en els que no va tornar a les cambres, el seu estat de salut empitjorà degut a complicacions respiratòries i l'avenç de la malaltia original. |
6 | টুইটার ব্যবহারকারীরা মাদুরোর ঘোষণার সাথে সাথেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। | Els usuaris de Twitter reaccionaren immediatament a l'anunci de Maduro: |
7 | @মারুজাতারে [es] লিখেছেন: | @marujatarre escriu: |
8 | @মারুজাতারে: মানুষটি মারা গেলেন এবং এক কাহিনী শুরু হল, এটি অপরিহার্য। | @marujatarre: Muere el hombre y comienza la leyenda, eso es inevitable. |
9 | হুগো শাভেজ ফ্রিয়াস, ক্রিয়েটিভ কমন লাইসেন্সের অধীনে বারনার্ডো লনডয়ের সৌজন্যে (সিসি বিওয়াই-এনসি-এসএ ২. | Hugo Chávez Frías, foto de Bernardo Londoy sota llicencia Creative Commons (CC BY-NC-SA 2.0) |
10 | ০) মারডি (@মারডিসিয়েন্টা) [es] শাভেজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেনঃ | Mardi (@mardicienta) mostra agraïment cap a Chávez: |
11 | @মারডিসিয়েন্টা: আমার সেনানী, আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য কখনোই আপনাকে ধন্যবাদ দেয়া সম্ভব নয়। | @mardicienta: No me alcanzará la vida para agradecerte lo que hiciste por nosotros, mi comanche. |
12 | আপনার বিপ্লবের বীজ সর্বদা প্রস্ফুটিত থাকবে! | Tu siembra florece eternament en esta Revolución de amor! |
13 | এর মধ্যে @লাডিভাইনাডিভা [es] ঘোষণা দিয়েছেঃ | Mentre que @LaDivinaDiva declara: |
14 | @লাডিভাইনাডিভা: এবং আশা করা যায় যে এখন আমরা অপ্রয়োজনীয় সাহসিকতা বাদ দিয়ে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব বুঝতে পারব | @LaDivinaDiva: y ojala todos entendamos q son timepos de bajarle 2 a confrotaciones innecesarias y tratemos de resolver en paz y armonia las diferencias |
15 | হুগো শাভেজ ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভেনেজুয়েলায় ক্ষমতাসীন ছিলেন। | Hugo Chávez governà Veneçuela des de 1999 fins 2013. |
16 | তিনি ৪টি প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন এবং নতুন সংবিধান প্রতিষ্ঠা করেন। | Va guanyar 4 eleccions presidencials i promogué una nova Constitució. |
17 | তার সাম্রাজ্যবাদ-বিরোধী সরকার পদ্ধতি সারাবিশ্বে পরিচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমালোচিত, যদিও তার দেশ যুক্তরাষ্ট্রের তেলের উৎস ছিল। | La seva manera de governar fou coneguda mundialment per la seva ideologia anti-imperialista força crítica amb els Estats Units, tot i que en tot moment va ser un dels seus proveïdors de petroli. |
18 | তিনি ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের মধ্যে সংহতির জন্য কিছু প্রস্তাব দিয়েছিলেন। নিজের দেশে, তার শাসনামলে উচ্চমূল্যে তেল রপ্তানির মাধ্যমে অর্জিত অর্থ দেশের দরিদ্র জনগণের জন্য জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে ব্যয় করেন। | També va impulsar diverses propostes d'integració regional a Amèrica Llatina i el Carib. Internament, va dedicar bona part de les seves polítiques públiques a afavorir les classes més pobres del país amb la inversió social que la renda petroliera va produir durant els seus anys de govern amb els alts preus dels hidrocarburs. |
19 | ভেনেজুয়েলায় শাভেজ সমর্থক ও বিরোধীদের দ্বন্দ্বের কারণ হিসেবে উল্লেখিত বিভক্ত রাজনীতিনিয়ে আলোচনা অপরিহার্য, যা দুই দ্বন্দ্বমুখর অবস্থার পরিপ্রেক্ষিতে বহু বিষয়কে জটিল করে তুলেছে। | En Veneçuela és inevitable parlar de la polarització política [es], que ha dividit durant tots aquests anys als veneçolans entre chavistas i antichavistas, la qual cosa fa difícil comprendre moltes de les coses ocorregudes, perquè sempre tingueren dos punts de vista contraposats. |
20 | তারপরও, প্রেসিডেন্টের মৃত্যু এক জাতীয় শোক পালনের সময়। | Tot i així, la mort del president és un moment de dol nacional. |