Sentence alignment for gv-ben-20130622-36933.xml (html) - gv-cat-20130616-6768.xml (html)

#bencat
1সিরিয়াঃ পুরাতন হোমস শহরে অবরুদ্ধতার এক বছরSíria: un any del setge d'Homs
2এই পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ।Aquest article forma part de la cobertura especial Sobreviure a Síria.
3প্রাচীন শহর হোমসকে মাঝে মাঝে সিরিয়া বিপ্লবের রাজধানী হিসেবে বর্ণনা করা হয়।El mes de juny es compleix el primer aniversari del setge [en] de l'antiga Homs, ciutat que sovint es descriu com la capital de la revolució siriana.
4এ মাসে সৈন্যদের দ্বারা শহরটি অবরোধের এক বছর পূর্ণ হল। বাশার আল-আসাদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ প্রথমে যেসব শহর থেকে শুরু হয়েছে তাঁদের মধ্যে হোমস একটি।Homs va ser una de les primeres ciutats que es va rebel·lar contra la tirania de Baixar al-Àssad, amb 14 barris i districtes de l'antiga ciutat, entre els quals hi ha Baba Amr, Bab Sbaa, Khalidiya i Deir Balba.
5বাবা আমর, বাব সাবা, খালিদিয়া ও দেইর বালবা সহ শহরটির জেলাগুলো এবং হোমসের আশেপাশের ১৪ টি প্রতিবেশী শহরে গত দু'বছরের বেশী সময় ধরে সিরিয়ার শাসনতন্ত্র অবাধে বোমা বর্ষণ, গোলা নিক্ষেপ এবং গ্রেপ্তার ও লুণ্ঠনের জন্য হানা দিচ্ছে।Durant més de dos anys ha estat sotmesa als bombardejos, al foc d'artilleria i als assalts del règim sirià, i la supervivència diària s'ha fet encara més difícil perquè les provisions d'aliments i de medicaments no deixen de disminuir.
6এমনকি খাবার ও ঔষধ সরবরাহকে কমিয়ে দিয়ে সেখানে টিকে থাকাকে প্রতিনিয়ত আরো কঠিন করে তুলছে।
7হোমস… অবরুদ্ধ শহর, ছবিঃ আব্দুলরহমান- রোমানোHoms… ciutat assetjada, d'abdulrahman-romano.
8২০১২ সালের নভেম্বর মাসে গ্লোবাল ভয়েসেস অনলাইন “হোমস, ধ্বংসের কাছাকাছি সিরিয়ার একটি বিপ্লবী শহর” শিরোনামে একটি পোস্ট প্রকাশ করেছিল।Al novembre del 2012 Global Voices va publicar un article sota el títol Homs: una ciutat revolucionària en ruïnes [es].
9হোমসের ১৪ টি প্রতিবেশী শহর “অবরোধ” করে রাখা একটি বিশেষ ব্যাপার - এটি সিরিয়ার অন্যান্য শহরের মতো নয়।El “setge” dels 14 barris d'Homs és un cas especial que no s'assembla al de la resta de ciutats sirianes.
10এটি আমাদের গাজা অবরোধের কথা স্মরণ করিয়ে দেয়।Més aviat recorda al setge de Gaza.
11তথাপি, হোমসে কোন গোপন সুরঙ্গ নেই, যার মধ্য দিয়ে তাঁরা নিত্য প্রয়োজনীয় সামগ্রী, চিকিৎসা সাহায্য এবং আহত ও অসুস্থদের গোপনে বহন করতে পারে।Tot i això, a Homs no hi ha túnels secrets que facilitin l'entrada i la sortida d'amagades de recursos bàsics, d'ajuda mèdica i de gent ferida o malalta.
12হোমসের একটি এলাকায়, যেখানে ৪ লক্ষ লোক বাস করে সেখানে কয়েক হাজার লোকের ওপর অতর্কিত আক্রমণ করা হয়েছে।A Homs hi ha milers de persones atrapades en una zona en què hi havia 400.000 habitants. jeydt23 va declarar a Storify [en]:
13স্টরিফাই-তে জেয়ডিটি২৩ রিপোর্ট করেছেনঃ এই মুহুর্তে সমগ্র সিরিয়াতে সবচেয়ে ভয়াবহ যুদ্ধক্ষেত্র হিসেবে বলা যেতে পারে হোমসের অবরুদ্ধ অবস্থাকে।El que ara anomenem “el setge d'Homs” és sense cap mena de dubte la zona de Síria en què, ara per ara, la guerra és més intensa.
14দ্বন্দ্বের দু'দিকেই প্রতিদিন মৃত্যুর মাশুল যোগের মধ্যদিয়ে অবরোধ চলছে কয়েক মাস ধরে। জনগণের টিকে থাকার সংগ্রামের কিছু ছবি, টুইট এবং ভিডিও নিচে রয়েছে।El setge dura ja uns mesos i el nombre de víctimes d'ambdós bàndols del conflicte augmenta cada dia. A sota trobareu imatges, piulades i vídeos de la gent que lluita per sobreviure.
15পুরাতন হোমসে ফলমূল ও শাকসবজি ফলানোর মতো কোন কৃষিজমি নেই। ফলে খাদ্য সরবরাহে অভাব দেখা দিয়েছে।A Homs no hi ha terres agrícoles en què es puguin conrear fruites i verdures, per la qual cosa hi ha escassetat d'aliments.
16এই ভিডিওটিতে শিশুদের পাতা কুড়াতে দেখা যাচ্ছে এবং তাঁরা খাবারের অভাব নিয়ে অভিযোগ করছেঃEn aquest vídeo [ar] es pot veure uns nens recollint fulles i queixant-se de la manca d'aliments:
17সেখানে কোন হাসপাতাল অথবা মেডিকেল সেন্টারও নেই [গত ১ লা এপ্রিল, ২০১২ তারিখে আল-আমাল হাসপাতালটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে]।Tampoc no hi ha cap hospital ni cap centre mèdic [l'hospital al-Amal va quedar totalment destruït l'1 d'abril del 2012].
18তা সত্ত্বেও, কাজ চালানোর জন্য কিছু [সতর্কীকরণঃ গ্রাফিক ভিডিওর একটি লিংক যেখানে দেখানো হয়েছে অ্যানেসথেশিয়া ছাড়াই একজন আহত ব্যক্তির অস্ত্রোপচার করা হচ্ছে] অস্থায়ী হাসপাতাল রোগীদের সেবা দিতে শিক্ষানবিস ডাক্তারদের উপর নির্ভর করছে।Al seu lloc, alguns hospitals improvisats [ar] depenen dels estudiants per atendre els pacients [atenció: el link porta a un vídeo en què es pot veure un ferit durant una operació sense anestèsia]. El govern també ha tallat serveis com l'electricitat, l'aigua o les comunicacions als barris assetjats.
19সরকার অবরুদ্ধ প্রতিবেশী এলাকাগুলোতে বিদ্যুৎ, পানি ও যোগাযোগ সেবাও কর্তন করে নিয়েছে।Així, la supervivència dels habitants depèn de l'aigua dels pous, de generadors elèctrics [ar] i de la comunicació via satèl·lit.
20তা সত্ত্বেও কুয়ার পানি, বিদ্যুৎ জেনারেটর এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবহারের উপর নির্ভর করে অধিবাসীরা বেঁচে আছে। সেখানে কোন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান নেই।No hi ha escoles, universitats ni centres educatius, per la qual cosa centenars de nens viuen cada dia els bombardejos i el foc continu de l'artilleria, dels morters, dels llançamíssils, dels míssils de llarga distància, dels tancs i dels atacs dels avions de combat.
21তথাপি কয়েকশ শিশু প্রতিদিনকার বোমা বিস্ফোরণের মাঝে জীবনধারণ করছে। বিরামহীনভাবে প্রতিদিন মর্টারের গোলাবর্ষণ, রকেট উৎক্ষেপণ, দীর্ঘ-সীমার মিসাইল, ট্যাঙ্ক এবং যুদ্ধবিমানের শব্দে কেঁপে উঠছে।El 6 de juny del 2013, activistes sirians van publicar aquest vídeo a la pàgina de Facebook Acabem amb el setge d'Homs [ar] en què es podia veure la destrucció de la ciutat.
22শহরটির ধ্বংসের কথা প্রকাশ করতে সিরিয়ার সক্রিয় কর্মীরা “হোমসের অবরোধ ভেঙ্গে ফেল” - এর ফেসবুক পেজে এই ভিডিওটি ৬ জুন, ২০১৩ তারিখে পোস্ট করেছেন। “ইয়াসিন এবং মরিয়ম সাব্বাঘ…হোমসের অবরোধের অবসান হোক” শিরোনামে একটি হৃদয়বিদারক ঘটনা বৃহত্তর সিরিয়া ব্লগটিতে পোস্ট করা হয়েছে।El blog Greater Syria va publicar una història commovedora sota el títol Yasín i Mariam Sabbagh… La fi del setge d'Homs [en], que descriu l'assassinat de dos germans (Yasín i Mariam) que van morir a causa del foc de morter de les forces d'al-Àssad a districtes favorables al règim mentre jugaven al carrer.
23সেখানে একজন ভাই ও একজন বোনের (ইয়াসিন ও মরিয়ম) খুনের ঘটনা বর্ণনা করা হয়েছে।Un vídeo sobre el seu martiri deia el següent amb aquest comentari tan emotiu:
24জেলাগুলোতে শাসনতন্ত্রের বাহিনীর বর্ষণ করা মর্টারের বোমার আঘাতে বাড়ির বাইরে খেলার সময় শিশু দু'টি মারা যায়।Una notícia va travessar amb força el meu cor i va petrificar els meus ulls incrèduls no fa gaire. [……] Mariam i Yasín Sabbagh dibuixaven a què s'havia reduït la seva vida: morters, bombardejos, foscor, por i destrucció.
25তাঁদের শহীদ হওয়ার ভিডিওটিতে একটি আবেগআপ্লুত মন্তব্যে বলা হয়েছেঃ একটু আগেই একটি খবর আমার হৃদয়কে প্রচণ্ডভাবে আঘাত করেছে এবং আমার চোখ অবিশ্বাসে অসাড় হয়ে গেছে।Vivien privats d'educació, d'escoles, de tenir amics i veïns per jugar, de gaudir de les meravelles del món dels nens, dels aliments i de l'aigua potable, de l'electricitat, de tot.
26[……] মরিয়ম ও ইয়াসিন সাব্বাঘ তাই পেল যা তাঁদের জীবনকে সীমাবদ্ধ করে রেখেছিলঃ মর্টার, গোলাবর্ষণ, অন্ধকার, ভয় এবং ধ্বংস; তাঁরা বঞ্চিত ছিল শিক্ষা থেকে, বিদ্যালয় থেকে, বন্ধুদের থেকে এবং প্রতিবেশীদের সাথে খেলা করা থেকে, বিশ্বের অন্যান্য শিশুদের মতো জীবনের নিয়ামক উপভোগ করা থেকে, খাদ্য ও নিরাপদ পানি থেকে, বিদ্যুৎ থেকে, সবকিছু থেকে…
27অবরুদ্ধ হোমস মুক্ত কর।Acabem amb el setge d'Homs.
28সূত্রঃ ফেসবুক পাতাFont: pàgina de Facebook.
29এই ফেসবুক পেজটিতে ইয়াজান হোমসি সিরিয়ার জনগণকে বিপ্লবটিকে সমর্থন জানাতে এবং শহীদদের রক্ত বৃথা না যেতে দেয়ার আহ্বান করেছেন।A la seva pàgina de Facebook, Yazan Homsi [ar] fa una crida als sirians perquè donin suport a la revolució i no decebin els màrtirs.
30সিরিয়ার সকল সক্রিয় কর্মীদের উদ্দেশ্যে একজন সক্রিয় কর্মী এই বিপ্লবের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এটিকে সুরক্ষিত রাখার কথা স্মরণ করিয়ে দিয়ে একটি চিঠি লিখেছেন, যা হোমসি পোস্ট করেছেনঃVa publicar una carta que havia escrit un activista que recordava a tots els activistes sirians la promesa de protegir la revolució fins que se n'assolissin els objectius:
31একজন শহীদ সেসব লোকেদের নিন্দা করে লিখেছেন, যারা দায়িত্ব পালন না করে বেঁচে আছে… লেখার তারিখ ০৯/০৬/২০১৩ হোমস - অবরুদ্ধ এলাকাEl retret d'un màrtir per a tot aquell que deixi de banda el seu deure… Data del missatge 09/06/2013 Homs - zona assetjada Data del martiri 10/06/2013 Homs - zona assetjada
32শহীদের আত্নবলির তারিখ ১০/০৬/২০১৩ হোমস - অবরুদ্ধ এলাকাAquest article forma part de la cobertura especial Protestes a Síria 2011/12