# | ben | cat |
---|
1 | “গাজায় বৃষ্টির মত বোমা পড়ছে” | “Les bombes cauen com la pluja sobre Gaza” |
2 | গাজাবাসীরা এক বিনিদ্র রাত কাটিয়েছেন যখন ইজরায়েল ফিলিস্তিনি অংশে ক্রমাগত বোমা ফেলে গেছে। | Els habitants de Gaza van romandre desperts tota la nit mentre Israel continuava bombardejant l'enclavament palestí. |
3 | গতকাল (১৪ই নভেম্বর) এক বিমান হামলায় হামাস সামরিক নেতা আহমেদ আল জুবেরীর মৃত্যুর পর ইজরায়েল এবং গাজার মধ্যে বন্দুকের গুলি বিনিময় শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে - যার জের এখনও চলছে। | La situació es va agreujar a partir del foc encreuat entre Israel i Gaza - que encara continua - després que Israel matés el líder militar de Hamàs, Ahmed Al-Jabari, durant un atac aeri sobre Gaza el passat 14 de novembre. |
4 | পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চলমান এই সংঘর্ষে এ পর্যন্ত ১৩ জন গাজাবাসী এবং তিনজন ইজরায়েলী মৃত্যুবরণ করেছে। | Segons informa la premsa, aquesta nova ofensiva ha causat ja 13 morts per la part de Gaza i tres per la d'Israel. |
5 | টুইটারে এবা রেজাক ফিলিস্তিনি শহীদদের কথা বলছেন: | Ebaa Rezeq desglossa a Tuiter la quota de víctimes del costat palestí: |
6 | @Gazanism (গাজানিজম): মৃতের সংখ্যা এ পর্যন্ত - ১৫ জন শহীদ (যার মধ্যে তিনজন শিশু, একজন পোয়াতী নারী এবং দুজন বৃদ্ধমানুষ), আর আগতের সংখ্যা ১৪০ এর অধিক #গাজা | @Gazanism: El nombre de víctimes fins al moment: 15 màrtirs (entre els quals es troben tres nens, una dona embarassada de bessons y dues persones d'edat avançada), apart de 140 ferits #Gaza. |
7 | খালেদ শাওয়া তার পড়শীর বাড়ির ছবি প্রকাশ করেছেন যা ইজরায়েল কর্তৃক বোমা ফেলার পর জ্বলছে। | Khaled Shawa comparteix una fotografia, on es veu la casa del seu veí en flames, després del bombardeig d'Israel. |
8 | ছবি @KhaledShawa(খালেদ শাওয়া) এর সৌজন্যে। | Fotografia de: @KhaledShawa. |
9 | ওয়ায়েল উদা তার চারপাশে বোমার তীব্রতার কথা বলছেন: | Wael Ouda descriu la intensitat del bombardeig al seu voltant: |
10 | @WillOuda (উইলউদা): ড্রোন বোমাগুলো যেন বসার ঘরে হেঁটে হেঁটে ঢুকছে.. এতই বিকট শব্দ মাথার উপরে। | @WillOuda: Els brunzits pràcticament “caminen” per la sala d'estar… tan forts i sorollosos per sobre el cap #Gaza. |
11 | #গাজা আরেকটি টুইটে তিনি চলমান সহিংসতার মানবিক মূল্যের কথা বলছেন: | En un altre tuit, comparteix el cost humà causat per aquesta nova onada d'atacs: |
12 | @WillOuda(উইলউদা): মৃতের সংখ্যা: ১৪-১৫ এবং আহতের সংখ্যা ১২০ এর ও বেশী #গাজা। | @WillOuda: Nombre de víctimes: 14-15 morts i més de 120 ferits #Gaza. |
13 | গাজা আক্রান্ত, ছবি টুইটার থেকে @journeytogaza (জার্নি টু গাজা) এর সৌজন্যে। | Gaza durant els atacs. Foto de: @Journeytogaza, compartida a Tuiter. |
14 | এবং মাজেদ আবুসালামা জানাচ্ছেন: | I Majed Abusalama exclama: |
15 | @MajedAbusalama: উত্তর গাজায় বোমা পড়ছে যেন বৃষ্টির মত #গাজাআক্রান্ত | @MajedAbusalama: Les bombes cauen com la pluja ara mateix, al nord de Gaza #GazaUnderAttacks. |
16 | অন্যদিকে আবু ওমর একটি অদ্ভুৎ ভিডিও তুলে দরেছেন যেখানে দেখা যাচ্ছে যে গাজার কিছু শিশু বোমাবর্ষণের মধ্যে ফুটবল খেলছে: | Paral·lelament, Abu Omar penja un vídeo surrealista al Youtube, titulat “Els nens de Gaza segueixen jugant a futbol malgrat el bombardeig”: |
17 | এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের খেলার সময় পেছনের দিকে বিষ্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। | El vídeo mostra els nens jugant a futbol mentre les explosions continuen com a rerefons. |
18 | ওলা আনান বলছেন: | Ola Anan comenta: |
19 | @olanan (ওলা আনান): #গাজাআক্রান্ত অথচ কতিপয় শিশু রাস্তায় ফুটবল খেলেই যাচ্ছে! | @olanan: #GazaUnderAttack i malgrat tot, un grup de nens decideix jugar a futbol al carrer! |
20 | বিশ্ব দেখ এই আমাদের জীবন! | Nosaltres els ensenyem a viure, gent! |
21 | এবং মাজেদ আবুসালামা যোগ করছেন: | I Majed Abusalama afegeix: |
22 | @MajedAbusalama (মাজেদ আবুসালামা): গাজায় আমাদের মনোবল চাঙ্গা রয়েছে। | @MajedAbusalama: A Gaza tenim la moral ben alta. |
23 | তাদের সবকিছু ধ্বংস করতে দাও, আমাদের সন্তানদের হত্যা করতে দাও, কিন্তু তারা কখনই আমাদের ইচ্ছাশক্তি বা স্বপ্নকে হত্যা করতে পারবে না। | Que ho destrueixin tot i matin els nostres fills, però mai podran matar la nostra voluntat ni els nostres somnis. |
24 | খোদার ইচ্ছায় আমরা স্বাধীন হবই! | Cap a la llibertat per la voluntat de Déu! |
25 | মানুষ একটি বেকারীর বাইরে ভীড় করছে। | A Gaza la gent fa cua al forn per aconseguir pa. |
26 | ছবি টুইটার থেকে @sarahussein (সারা হুসেইন) এর সৌজন্যে। | Foto de @sarahussein. |
27 | ইতিমধ্যে সাংবাদিক সারা হুসেন, যিনি গাজায় প্রবেশ করতে পেরেছেন, একটি ছবি শেয়ার করেছেন। | Mentre la periodista Sara Hussein, que tot just havia creuat la frontera de Gaza, comparteix la foto d'una cua de gent al davant del forn. |
28 | তিনি টুইট করেছেন: | I tuiteja: |
29 | @sarahussein (সারা হুসেন): yfrog.com/nws02mjj #গাজায় বেকারীর বাইরে লাইন। | @sarahussein: yfrog.com/nws02mjj cua fora d'un forn de #Gaza. |
30 | মানুষ খাদ্য সংকটের আশংকা করছে #ইজরায়েল #ফিলিস্তিনি | La gent tem l'escassetat d'aliments #Israel #Palestinians |
31 | এখন কি? | I ara què? |
32 | জার্নি টু গাজা ভাবছে যদি ইজরায়েল কর্তৃক একটি আক্রমন হয়: | Journey to Gaza [Viatge a Gaza] es pregunta si hi haurà una invasió terrestre: |
33 | @journeytogaza (জার্নি টু গাজা): ইজরায়েলী ক্যাবিনেট কর্তৃক গাজায় সামরিক অভিযানের কোন খবর হয়েছে কি? | @Journeytogaza: Cap novetat al voltant de la decisió del #gabinet isrealià sobre si s'inicia o no la invasió terrestre contra #Gaza? |
34 | টুইটার হ্যাশট্যাগ: | Hashtags de Tuiter: |
35 | টুইটারের নিম্নলিখিত হ্যাশট্যাগ গুলি দেখতে পারেন আরও তথ্যের জন্যে: #PrayForGaza (#গাজারজন্যেপ্রার্থনা), #GazaUnderAttack (#গাজাআক্রান্ত) and #Gaza (#গাজা). | Per a més informació sobre la conversa a Tuiter, mira els següents hashtags: #PrayForGaza, #GazaUnderAttack i #Gaza. |
36 | আরও পড়ার জন্যে: | Lectures addicionals: |
37 | মন্ডোওয়াইস: দুইটি নতুন তথ্যভান্ডার: গাজায় ইজরায়েলী হামলার সময়সূচী এবং অস্ত্রবিরতি ভাঙ্গায় ইজরায়েলের রেকর্ড। | Mondoweiss: Dos nous materials: Cronologia de la intensificació dels atacs d'Israel sobre Gaza i la història de trencaments d'alto el foc per part d'Israel [en]. |
38 | দা গার্জিয়ান: ইজরায়েল এবং গাজা সন্ত্রাসীদের মারনঘাতী সংঘর্ষ - সাম্প্রতিক খবর | The Guardian: Militants d'Israel i de Gaza en intercanvis mortals - actualitzacions en temps real [en]. |