# | ben | cat |
---|
1 | থাইল্যান্ড: জাতীয় পুনর্মিত্রতার জন্য ডোনাট | Tailàndia: Dònuts per a la Reconciliació Nacional |
2 | থাইল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট থাকসিন সিনাওয়াত্রার ৬৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে তার সমর্থকরা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ৬৪ হাজার ডোনাট বিতরণ করে। | Els partidaris de l'exprimer ministre tailandès Thaksin Shinawatra van celebrar el seu 64è aniversari distribuint 64.000 dònuts entre els nens desfavorits. |
3 | এই উপহার বিতরণ কার্যক্রম ৩রা আগস্ট পর্যন্ত চলবে। | El repartiment de regals es prolongarà fins el 3 d'agost. |
4 | ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে থাকসিন সরকারের পতন ঘটে। দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে তিনি বিদেশে নির্বাসনে আছেন। | Thaksin fou enderrocat per un colp d'estat el 2006 i d'ençà ha romàs a l'exili per evitar la detenció, després d'haver estat condemnat per diversos càrrecs de corrupció. |
5 | থাকসিন অভিযোগ করে আসছেন, থাইল্যান্ডে তিনি ন্যায় বিচার পাবেন না। | Thaksin al·lega que no tindria un judici just a Tailàndia. |
6 | থাকসিনের অনেক সমর্থকই রেড শার্ট আন্দোলনে সক্রিয় কর্মী ছিলেন, যারা অভিজিত ভিজ্জাভিজা প্রশাসনের তুমুল বিরোধীতা করেছিল। | Molts dels seguidors de Thaksin van esdevenir membres i líders del moviment dels «Camises Roges», que es va oposar agressivament a l'administració d'Abhisit Vejjajiva. |
7 | ২০১০ সালে রেড শার্ট কর্মীরা রাজপথে ব্যাপক আন্দোলনে নামলে পুলিশের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। | Els «Camises Roges» van mamprendre el 2010 protestes al carrer de caràcter provocador, que acabaren en xocs violents amb la policia. |
8 | অভিজিতের দল গত নির্বাচনে হেরে যায়। | El partit d'Abihisit va perdre les eleccions del darrer any. |
9 | নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন থাকসিনের ছোটবোন ইংলাক সিনাওয়াত্রা। | L'actual primera ministra és Yingluck Shinawatra [es], germana menor de Thaksin. |
10 | থাকসিনের ‘একতা' বার্তা সম্বলিত এক বাক্স ডোনাট। | La capsa de dònuts gratuïts conté un missatge d'unitat de Thaksin. |
11 | ছবি নেয়া হয়েছে টিকডোর থেকে। | Foto de Teakdoor. |
12 | দীর্ঘ এক বছরের রাজনৈতিক সংঘর্ষের পর থাইল্যান্ডের একতার জন্য সংসদের কয়েকটি ‘পুনর্মিত্রতা বিল' প্রস্তাব করা হয়। | Per tal de promoure la unitat després d'anys de profunds conflictes polítics, s'han proposat diversos «projectes de reconciliació» [en] al Parlament. |
13 | যদিও কিছু সমালোচক ‘পুনর্মিত্রতা বিল'কে ‘সাধারণ ক্ষমা' হিসেবে অভিহিত করেছেন। | |
14 | তার এও অভিযোগ করেছেন, এর মাধ্যমে যেসব সরকারি কর্মকর্তা আগে অপরাধ করেছেন তাদের পুনর্বাসন করা হবে। | Tanmateix, alguns crítics han descrit els «projectes de reconciliació» com «projectes d'amnistia», que exonerarien els dirigents públics que van cometre crims en el passat. |
15 | এই ‘ফ্রি ডোনাট' প্রচারণা কার্যক্রম হাতে নিয়েছে রেড শার্ট নেতৃত্ব যারা এটিকে ‘জাতীয় পুনর্মিত্রতা এবং একতা' বলে অভিহিত করেছেন। | La campanya «dònuts gratis» fou iniciada per líders dels «Camises Roges» que, a més, ho descriuen com un «gest de reconciliació nacional» i unitat. |
16 | ফ্রি ডোনাট বাক্সে থাকসিন একটি বার্তা দিয়েছেন: | Les capses de dònuts gratuïts contenien un missatge de Thaksin: |
17 | আমার জন্মদিন উপলক্ষে আপনারা ভালোবাসা, আনন্দ এবং ঐক্যের বন্ধনে থাকুন। | Amb motiu del meu aniversari, que l'amor, la dolçor i l'harmonia siguen amb vosaltres. |
18 | পুলিশ লেফটেন্যান্ট কর্নেল থাকসিন, জুলাই ২৬, ২০১২। | Amb amor i afecte, Tt. Cor. Pol. Thaksin Shinawatra, 26 de juliol de 2012. |
19 | প্রচারণা কার্যক্রমটি কাণ্ডজ্ঞানহীন বলে মনে করেন দ্য লস্ট বয়: | The Lost Boy [en] creu que la campanya és irresponsable: |
20 | সুবিধাবঞ্চিত শিশু ও লোকদের মাঝে ডোনাট বিতরণ আমাকে অবাক করেছে। বিশেষ করে বাচ্চাদের মাঝে। | El que em va colpir de tot això va ser que no té cap sentit donar capses de dònuts als «adults i nens desfavorits» - especialment als xiquets! |
21 | ডোনাট মিষ্টি জাতীয় একটি খাদ্য। | Els dònuts són generalment dolços. |
22 | দরিদ্র-সুবিধাবঞ্চিত শিশুদের দাঁতের স্বাস্থ্য খুবই খারাপ। | L'atenció mèdica bucodental entre els desvalguts és generalment pobre. |
23 | এটা নিশ্চিত যে, দরিদ্র শিশুরা এই মিষ্টি উপহারটি লুফে নিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে দরিদ্র শিশুদের এক বক্স ডোনাট দেয়া উপহাস স্বরূপ। | És cert, la gent probablement gaudirà en rebre aquests regals ensucrats, però, en última instància, animar la gent pobra a cruspir-se capses plenes de dònuts és irresponsable i senzillament ridícul. |
24 | এটা দায়িত্বজ্ঞানহীন এবং অর্থহীন। আপনি সুবিধাবঞ্চিত লোকদের উপকার করতে চান, তাদের টুথপেস্ট বা চালের মতো দরকারি কিছু দিন। | Si hom vol realment ajudar les comunitats desfavorides, cal donar-los quelcom d'útil, com pasta de dents o arròs. |
25 | নিচে টুইটারে কিছু প্রতিক্রিয়া: | De Twitter, algunes reaccions dessota: |
26 | @ফ্যাট্টিক্কিয়োলি : #থাইল্যান্ড উপহার সংস্কৃতি আরটি @টুলসাথি: থাকসিন গভর্নমেন্ট হাউস রিপোর্টারসহ থাইল্যান্ডবাসীর জন্য ৬৪ হাজার বার্থডে ডোনাট পাঠিয়েছেন। | @fratticcioli #Thailand Gift Culture [#Cultura del Regal de Tailàndia] RT @tulsathit: #Thaksin ha enviat 64.000 dònuts d'aniversari a tota la nació tailandesa, incloent-hi els periodistes de la Casa de Govern |
27 | @টুলসাথি: থাকসিনের ডোনাট বাক্স এসেছে থাকসিনের মুখচ্ছবিসহ ভালোবাসা দিবসের মতো উপহার বক্সে। এটা বার্তা দেয়া হয়েছে- “আপনারা ভালোবাসা, আনন্দ এবং ঐক্যের বন্ধনে থাকুন।” | @tulsathit Els dònuts de Thaksin es presenten en capses estil Sant Valentí amb el seu rostre en elles i un missatge «Deixeu-me donar-vos amor, dolçor i unitat. |
28 | @ লুকেন্থ: তাদের কেক খেতে দাও অথবা ডোনাট। | @LukeInTH Deixeu-los menjar pastís! o dònuts. |
29 | #ক্যানন্টমেকদিসশিটআপ #টিআইটি। | #cantmakethisshitup [#nopotserinventat] #TIT |
30 | @জেমিমক: আমি একটি থাকসিন ডোনাট চাই। | @JamieMonk Vull un dònut Thaksin. |
31 | অনলাই ফোরামে নিচের মন্তব্যগুলো এসেছে। | Dessota hi ha alguns comentaris extrets de fòrums en línia. |
32 | দ্য পাকনাম ওয়েব ফোরামে খনরাই ডায়াবেটিকের মতো বড়ো সমস্যার জায়গায় ডোনাট বিতরণ নিয়ে বলেছেন: | Khonrai [en] va escriure al Paknam Web Forum sobre la ironia de distribuir dònuts en un país on la diabetis és un problema greu: |
33 | দেশে ডায়াবেটিক একটা বড় স্বাস্থ্যগত সমস্যা। সেখানে তারা ডোনাট দিচ্ছে। | En un país on prolifera la diabetis i és un important problema de salut. regalen dònuts |
34 | ওরিয়েন্ট এক্সপ্যাট ফোরামে স্কাইড্রাইভার৭৭৭ ডোনাট বক্সে অন্য বার্তা দেয়ার পরামর্শ দিয়েছেন: | Al fòrum Orient Expat [expatriats d'Orient], skydiver777 [en] suggereix un text alternatiu per a les capses de dònuts: |
35 | ডোনাট গোলাপি [লাল না?] বক্সে থাকবে, তার উপরে লেখা হবে; এই একতাবদ্ধ ডোনাটগুলো হৃদয় থেকে উত্সারিত। | Els dònuts aniran en capses roses [no roges?], sobre les quals s'imprimirà; Dònuts per a la unitat de tot cor. |
36 | তাড়াতাড়ি এটা খেয়ে ফেলুন। | Per favor, consumiu immediatament. |
37 | এছাড়াও এর নিচে সম্ভবত এটাও মুদ্রিত থাকতে পারে; বাক্স ছুড়ে ফেলবেন না। | Potser dessota s'hi hauria d'imprimir també; No llenceu aquesta capsa. |
38 | এতে আমার ছবি আছে। | Té la meua foto. |
39 | পাতায়া-লাইভ ফোরামে ব্রুস ম্যাঙ্গোস্টিন ডোনাট কিভাবে গরীবদের সাহায্য করতে পারে, সেটা ব্যাখ্যা করেছেন: | Al fòrum Pattaya-Live, Bruce Mangosteen [en] explica com els dònuts «ajudaran» els pobres: |
40 | অবশ্যই ডোনাটগুলি বেশ ভালো সাহায্য করবে। | Bé, segurament els dònuts seran de gran ajuda. |
41 | মনে করুন বক্সের ভেতরে ১ হাজার টাকার নোট সিদ্ধ করা আছে। | Pressuposant que s'hagen enfornat amb bitllets de 1000 bahts a dintre. :) |
42 | এই প্রচারণা সম্পর্কে নেটিজেনদের মন্তব্য নিচে দেয়া হলো: | A sota, comentaris [en] de ciberciutadans sobre la campanya: |
43 | জ্যাকস্প্রাট: বিল গেটস এবং ওয়ারেন বাফেট দু:স্থদের সাহায্যে বিলিয়ন ডলার অর্থ সাহায্য করে। | jacksprat: Bill Gates i Warren Buffet han donat bilions de dòlars americans a organitzacions benèfiques. |
44 | থাকসিন ডোনাট দিয়েছেন। | Thaksin regala dònuts. |
45 | ব্লুবিকেকে: আপনি যদি দেশ থেকে কোটি কোটি মেরে নিয়ে লাল শিবিরকে শান্ত করতে মাত্র কয়েক বক্স হাস্যকর ডোনাট দেন, তাহলে আপনার কী পরিমাণ বুদ্ধি আছে, তা সবাই বুঝবে। | bluebkk: Si robes bilions al país, unes capses de dònuts ridículs no són més que un truc per apaivagar els pobles rojos i qualsevol altre amb semblant nivell d'intel·ligència! |
46 | ওয়াটার্স: আমি আমার বাচ্চাদের এই ডোনাট খেতে দেব না। | waters: No deixaré que els meus fills mengen eixos dònuts! |
47 | আমার ভয় করছে যে, এই ডোনাট খেলে তাদের চেহারায় হাস্যকর ভাব চলে আসবে। এমনকি তারা লাল পোশাক পরতে শুরু করবে, তাদের আগের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা চাইবে। | Tinc el temor infundat que després de menjar un d'aquests dònuts, es quedaran amb cara de mussol, començaran a vestir de roig, i aviat demanaran amnistia per a un fugitiu corrupte. |
48 | আমি এর পরিবর্তে তাদের স্বাস্থ্যকর কিছু খেতে দেব। | Millor els deixaré menjar alguna cosa saludable. |
49 | নোসারপ্রাইজ: ৬৪ হাজার ডোনাটের দাম ২ মিলিয়ন বাথ (টাকা)। | nosurprise: 64.000 dònuts tenen un cost aproximat de 2 milions de bahts. |
50 | একবার ভাবুন এই টাকাগুলো জনপ্রিয়তার মোহে পড়ে অহেতুক খরচ না করে এর পরিবর্তে সুবিধাবঞ্চিতদের সাহায্য করা যেত। | Penseu per un moment quantes coses bones s'hagueren pogut fer amb aquests diners pels desafavorits si s'hagueren usat sàviament, en lloc d'aquest immadur ardit populista. |
51 | ডাউ: থাকসিন একতার জন্য ডোনাট বিলি না করে আদালতে যেতে পারতেন। | dao: Si Thaksin anara a judici, promouria més unitat que els dònuts. |
52 | হায় আল্লাহ! | Oh, Déu meu. |