Sentence alignment for gv-ben-20150826-50032.xml (html) - gv-cat-20150902-10482.xml (html)

#bencat
1ভিডিওঃ কিভাবে সবুজ গিরগিটি পুয়ের্টোরিকোর মানব জনসংখ্যাকে ছাড়িয়ে গেলVídeo: Les iguanes superen la població humana de Puerto Rico
2ছবি তুলেছেন বার্নাড ডুপো এবং আপলোড করা হয়েছে উইকিমিডিয়া কমন্সে।Imatge de Bernard DUPONT i penjada a Wikimedia Commons.
3ক্রিয়েটিভ কমন্স এ্যাট্রিবিউটশন শেয়ার এ্যালাইক ২. ০ জেনেরিক লাইসেন্স (সিসি বাই -এস) এর অধীনে ব্যবহার করা হয়েছে।Utilitzada amb llicència Creative Commons Attribution-Share Alike 2.0 Generic License (CC BY-SA 2.0).
4যদিও পুয়ের্টোরিকায় তারা মহামারির মত ছড়িয়ে পড়েনি, তারপরেও এখনো প্রাকৃতিক ঘাতকের অভাবে সবুজ গিরিগিটি (গ্রীন ইগুয়ানা) সংখ্যায় প্রচুর পরিমাণে বেড়ে গেছে।Tot i que les iguanes verdes no són endèmiques de Puerto Rico, hi han augmentat molt a causa de l'absència de depredadors naturals.
5আকর্ষণীয় পোষা প্রাণী বাণিজ্যের মাধ্যমে এগুলোকে পুয়ের্টোরিকোতে নিয়ে আসা হয় আর আজ তাদের সংখ্যা এখানে বেড়ে যাওয়ার কারণে পরিবেশের জন্য হুমকি সৃষ্টিকারী এক প্রাণী হিসেবে অভিহিত করা হয়।Van ser introduïdes a Puerto Rico amb el comerç de mascotes exòtiques i avui es consideren una espècie invasora. De fet, en poques dècades la població d'iguanes verdes, amb 4 milions, supera tota la població humana de Puerto Rico.
6এখন তাদের গাছে, ম্যানগ্রোভ বা উপকূলীয় জলাভূমি এলাকা এবং রাস্তার পাশের দেখা যাচ্ছে।Sovint es poden veure als arbres, manglars i prop de les carreteres.
7পুয়ের্টোরিকোর স্থানীয় ভাষায় একে গালিনো ডে পালো নামে ডাকা হয়, যার খুব সাধারণ অনুবাদ হচ্ছে “গেছো মুরগী” উদ্ভিদভোজী এই প্রাণীটা ১. ৫ মিটার পর্যন্ত লম্বা হয়, যদি তারা ২ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং বন্য পরিবেশে তাদের আয়ু ১০ থেকে ১৫ বছর পর্যন্ত হতে পারে।Aquest herbívor, que a Puerto Rico s'anomena col·loquialment “gallina de pal”, pot arribar a fer 1,5 metres o fins a 2 metres en llibertat i viure entre 10 i 15 anys.
8মধ্য এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে সবুজ এই সবুজ গিরগিটি স্থানীয় রান্নার এক উপাদান হিসেবে ব্যবহৃত হয়, আর এ কারণে তাদের শিকারের বিরুদ্ধে আইন জারি করে তাদের রক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়।En alguns països de Centre i Sud-amèrica, les iguanes verdes formen part de la gastronomia local i per això estan protegides per lleis que en reglamenten la caça.
9যেহেতু তারা কোন কোন এলাকার রান্নার এক জনপ্রিয় উপাদান এবং পোষা প্রাণী হিসেবে তাদের ধরা হয়ে থাকে, তাই সিটেজ-এর দ্বিতীয় তালিকা সূচিতে তাদের তালিকাভুক্ত করা হয়েছে ( বিপন্ন প্রায় বন্য প্রাণী এবং উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিবন্ধকতা বিষয়ক চুক্তি), যার মানে হচ্ছে যদিও তাদের এখন বিপন্ন প্রায় প্রাণী হিসেবে ঠিক বিবেচনা করা হচ্ছে না, তবে এর বানিজ্য নিয়ন্ত্রণ করা হয়েছে, যাতে তাদের সংখ্যা এরা একেবারে কমে না যায়।Com que en algunes regions són una part tan popular de la dieta i són, a més, molt cobejades per al comerç de mascotes exòtiques, es llisten a l'Apèndix II de la CITES (en anglès Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora). Això significa que, tot i que no estan considerades en perill greu d'extinció, el comerç n'ha d'estar controlat per tal d'assegurar que els seus números no baixen.
10পুয়ের্টোরিকোতে, কেউ কেউ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা বিনে পয়সায় সবুজ গিরগিটি শিকার করবে যাতে কৃষকের ফসল রক্ষায় তারা তাদের সাহায্য করতে পারে।A Puerto Rico, algunes persones han decidit caçar les iguanes de forma gratuïta per ajudar als agricultors a protegir els cultius.
11লস ইগুয়ানারোস ডে আগুয়াদা নামের একটি দল কেবল এগুলোকে শিকার করছে, তারা নাগরিকদের উৎসাহ প্রদান করছে যাতে তারা খাবার হিসেবে এই প্রাণীটিকে গ্রহণ করা চেষ্টা করে, তারা সবুজ গিরগিট রান্নার প্রস্তুত প্রণালী এবং নিরাপদে রান্নার উপায় প্রদর্শন করছে।Un grup anomenat Los iguaneros de Aguada no només les caça, sinó que també anima la gent a provar-les com a aliment i ensenya a preparar-ne la carn i a cuinar-la de manera segura.
12প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলে সবুজ গিরগিটির জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে কয়েকজন পরিবেশ সংরক্ষণবাদী একটি দল গঠন করেছে।Alguns ecologistes han organitzat grups de voluntaris per ajudar a controlar la població d'iguanes verdes a les reserves naturals.
13কারণ একটি নারী সবুজ ৭৫টির মত ডিম পারতে পারে-যার ৯০ শতাংশ ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে পারে- সবুজ গিরগিটির জনসংখ্যা নিয়ন্ত্রণের সবচেয়ে সেরা উপায় হচ্ছে বাসা থেকে ডিম তুলে আনা যাতে একসাথে তাদের সংখ্যা নির্মূল করা যায়।Tenint en compte que una femella pot posar fins a 75 ous, més del 90% dels quals s'incuben amb èxit, la millor manera de controlar-les és collint-ne els ous del niu i eliminar-los completament.
14ন্যাশনাল জিওগ্রাফি নির্মিত এই তিন মিনিট চার সেকেন্ডের এই ভিডিও দেখা যাচ্ছে জীববিজ্ঞানী রাফায়েল জোগলার এবং পরিবেশবিদ ব্যাখ্যা প্রদানকারী কার্লোস রড্রিগুয়েজ লস কাবেজাস ডে সান জুয়ান সংরক্ষিত বনাঞ্চলে এই প্রাণীর জনসংখ্যা সফল ভাবে নিয়ন্ত্রণের জন্য কি ধরনের কাজের সুযোগ রয়েছে তার ব্যাখ্যা প্রদান করছে:En aquest curt documental de tres minuts i quinze segons de National Geographic, el biòleg Rafael Joglar i l'intèrpret ambiental Carlos Rodríguez expliquen per què la iguana verda és un problema tan greu a Puerto Rico. Carlos Rodríguez resumeix l'abast del treball que s'ha de fer per controlar amb èxit la població a la reserva natural Las cabezas de San Juan:
15২০০৮ সাল থেকে এ পর্যন্ত আমরা এই প্রাণীর প্রায় ১৩,০০০ ডিম নষ্ট করেছি।Des del 2008 fins ara hem eliminat uns 13.000 ous.
16এটা সংখ্যায় অনেক বেশী, কিন্তু এটা হচ্ছে এমন একটা কাজ যা আমাদের আগামী ১৫, সম্ভবত ২০ বছর ধরে করে যেতে হবেÉs un gran nombre, però ho haurem de fer els propers 15, potser 20 anys.
17আপনি এখানে পুরো ভিডিওটি দেখতে পাবেনঃ :A continuació podeu veure tot el vídeo: