Sentence alignment for gv-ben-20140725-44180.xml (html) - gv-cat-20140721-8694.xml (html)

#bencat
1এমএইচ১৭ বিমান দূর্ঘটনায় মালয়েশিয়ানরাঃ “জাতীয়তা ভুলে আমরা সবাই তীব্র শোকে আচ্ছন্ন”L'abatiment del vol 17 de Malaysia Airlines: “Tots compartim el nostre dolor per aquesta desgràcia”
2এমএইচ১৭ বিমানটি বিধ্বস্তের খবর শোনার পরই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।Els familiars dels passatgers van acudir a l'Aeroport internacional de Kuala Lumpur després de l'estavellament de l'avió.
3ছবিঃ ডানি চান, কপিরাইট @ডেমোটিক্সImatge de Danny Chan, Copyright @Demotix.
4আকাশ পথে আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১৭ বিমানটি বৃহস্পতিবার সন্ধ্যায় বিধ্বস্ত হয়।(7/18/2014) El vol 17 de l'aerolínia Malaysia Airlines que cobria la ruta Amstedam-Kuala Lumpur amb 298 persones a bord, entre passatgers i membres de la tripulació, es va estavellar a l'est d'Ucraïna.
5ইউক্রেনের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া এই বিমান দূর্ঘটনায় বিমানে থাকা ২৯৮ জন যাত্রী এবং ক্রু সদস্যদের সবাই বিদেশের মাটিতে মারা যায়।La majoria dels informes indiquen que l'aeronau va rebre l'impacte d'un míssil prop de la frontera entre Ucraïna i Rússia.
6বেশিরভাগ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাশিয়া-ইউক্রেন সীমান্তের প্রায় ৫০ কিলোমিটার দূর থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
7এ ঘটনায় ইউক্রেন সরকার রাশিয়া সমর্থিত বিদ্রোহী সেনাদের বিরুদ্ধে বিমানটিকে লক্ষ্য করে আক্রমণ চালাতে বিইউকে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থা ব্যবহারের অভিযোগ করেছে। তবে বিদ্রোহী সেনা দলের নেতারা তা বরাবরই অস্বীকার করে আসছে।Cada país atribueix la culpa a l'altre: d'una banda el govern ucraïnès acusa els insurgents pro-russos d'haver utilitzat un sistema de míssils terra-aire per enderrocar l'aparell mentre que els líders rebels han negat qualsevol implicació en l'accident.
8এই তথ্যচিত্রটি এমএইচ১৭ বিমানটির যাত্রা পথ এবং দূর্ঘটনাস্থলটি দেখাতে সাহায্য করেছেঃAquesta imatge mostra el trajecte que seguia l'avió i el lloc on va caure:
9তথ্যচিত্রঃ এমএইচ১৭ এর যাত্রা পথ।Infografia: lloc de la caiguda i trajecte de l'MH17
10মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব রাজাক তাঁর মন্ত্রীসভার সদস্যদেরকে আশ্বস্ত করেছেন, যারা বিমানটিকে ভূপতিত করার জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হবেঃEl primer ministre malaisi Najib Razak va manifestar als ciutadans malaisis que s'han de prendre, sense demora, les mesures que convinguin contra els culpables de la catàstrofe.
11সেই দিনটি ছিল একটি মর্মান্তিক দিন, এমনকি দিনটি মালয়েশিয়ার জন্য পুরো বছরটিকে একটি শোকের বছরে পরিণত করেছে।És un dia tràgic d'un any tràgic per a Malàisia.
12বিমানটিকে ইচ্ছাকৃত ভাবে আক্রমণ করা হয়েছিল, এ ঘটনাটি যদি সত্যি হয়, তবে আমরা জোর দিয়ে বলব, দোষী ব্যক্তিদের যেন অতি সত্বর অবশ্যই বিচারের আওতায় আনা হয়।Si ens confirmen que l'avió va ser realment enderrocat, demanarem que tot el pes de la justícia caigui immediatament sobre els culpables.
13বিমান যাত্রী এবং ক্রুদের মাঝে বিভিন্ন দেশের নাগরিক ছিলেন।Els passatgers i els membres de la tripulació provenien de països diferents.
14তবে আজ সমস্ত জাতিসত্ত্বা ভুলে আমরা সবাই একসাথে শোকাচ্ছন্ন হয়ে পড়েছি।Avui, però, tots compartim el nostre dolor per aquesta desgràcia sense importar la nacionalitat.
15তিনি আবারও পরিষ্কার করে জানিয়েছেন, বিমানটি সরাসরি যে পথে ভ্রমন করছিল, তা একটি সংঘাতময় আকাশপথ হলেও আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা জায়গাটিকে নিরাপদ বলেই ঘোষণা দিয়েছিল।El ministre també va afirmar que l'Organització d'Aviació Civil Internacional havia declarat segur l'itinerari, tot i travessar la zona dels enfrontaments.
16পূর্ব ইউক্রেনে এমএইচ১৭ বিমানটি বিধ্বস্ত হয়।El vol 17 abatut a l'est d'Ucraïna.
17ছবিঃ ডানি চান, কপিরাইট @ডেমোটিক্সImatge de Danny Chan, Copyright @Demotix (7/18/2014)
18এমএইচ১৭ বিমান দূর্ঘটনাটি মালয়েশিয়ান এয়ারলাইন্সের দ্বিতীয় বিমান দুর্ঘটনা।Aquest atac al vol MH17 és la segona tragèdia que viu l'aerolínia malàisia.
19কেননা এ বছরই মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭-২০০ বিমান বিধ্বস্ত হয়েছে।Un altre vol operat per un Boeing 777-200 també ha desaparegut enguany.
20এ বছর ৮ মার্চ তারিখে মালয়েশিয়ান বিমানের এমএইচ৩৭০ উড়োজাহাজটি ২৩৭ জন যাত্রী সহ হারিয়ে যায়। বেইজিং এর উদ্দেশ্যে কুয়ালালামপুর ছাড়ার এক ঘন্টা পর উড়োজাহাজটি নিখোঁজ হয়ে যায়।El vol 370, també de la mateixa companyia aèria, que sortia de l'aeroport de Kuala Lumpur amb destinació a Pequín amb 239 persones a bord va perdre's del mapa no deixant rastre el passat 8 de març una hora després de l'enlairament.
21এমএইচ৩৭০ বিমান এবং এর যাত্রীদের এখনও কোথাও খুঁজে পাওয়া যায়নি।Nau i passatgers continuen desapareguts.
22নিখোঁজ এমএইচ৩৭০ বিমানটির একজন কর্মীর মেয়ে এমএইচ১৭ বিমানের যাত্রীদের পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের তাঁর সহমর্মিতা জানিয়ে একটি বার্তা টুইট করেছেনঃLa filla d'un dels membres de la tripulació va piular un encoratjador missatge d'ànim a les famílies i als amics dels passatgers desapareguts:
23এমএইচ৩৭০ এর ক্রুদের পরিবারের সদস্যদের পক্ষে এবং সকলের পক্ষ হয়ে, আমরা এমএইচ১৭ এর জন্য প্রার্থনা করছি। প্রিয় পরিবারবর্গ, আপনারা মনকে শক্ত রাখুন।Com a membre de la família d'un dels tripulants del vol 370 i en representació de tots, resem pel vol 17. Sigueu fortes estimades famílies.
24ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মালয়েশিয়ার কর্মকর্তা জোসি ফারনান্দেজ এই ঘটনার পরিপূর্ণ তদন্তের প্রতি জোর দিয়েছেনঃJosie Fernández, de l'organització Transparència Internacional de Malàisia, ha exigit que es fes una investigació urgent de l'incident: El que ha ocorregut no té precedents.
25যা ঘটেছে তা একেবারেই নজিরবিহীন - মালয়েশিয়া একমাত্র একটি দেশ যেখানে একই ঘটনা পুনরায় ঘটলো। কয়েক মাসের ব্যবধানে একই ধরনের দুইটি বিমান চরম দুঃখজনক ঘটনার জন্ম দিল।Malàisia és l'únic país on dos avions del mateix tipus i de la mateixa companyia aèria han estat involucrats en dues catàstrofes que han provocat nombroses morts en pocs mesos.
26যে ঘটনায় অনেকগুলো প্রাণ হারিয়ে গেল।El vol 370, entretant, continua desaparegut.
27এমএইচ৩৭০ এখনও কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই নজিরবিহীন দুঃখজনক ঘটনা তদন্ত করতে মালয়েশিয়ার আন্তর্জাতিক সাহায্য চাওয়া উচিৎ।Malàisia ha d'exigir les accions pertinents a nivell internacional per aquesta tragèdia que no té precedents.
28কেননা, এটি একটি যাত্রীবাহী বিমান ছিল। আর আমরা কোন জাতির সাথে যুদ্ধরত অবস্থায় নেই।Es tractava d'un avió amb passatgers a bord i no que estiguéssim en guerra contra cap nació.
29এ্যান্ট ডেইলি সংবাদপত্রের জন্য লেখা একটি কলামে আলিয়া আলহাদজরি এমএইচ১৭ বিমানটিকে ভূপতিত করার ঘটনাকে একটি “গণহত্যা” বলে আখ্যায়িত করেছেনঃAlyaa Alhadjri, per al diari digital The Ant Daily, va comparar l'abatiment del vol 17 amb una «massacre massiva»:
30একটি সংঘাতময় আকাশসীমা, যেখানে বিমান ভূপতিত করা হয় এবং যে আকাশপথ পরিহার করতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে সেখানে কেন এখনও যাত্রীবাহী বাণিজ্যিক বিমান উড়ানো হচ্ছে।Per què els vols comercials de passatgers continuen sobrevolant els punts en conflicte on ja han derrocat més d'una aeronau i per on s'havia advertit que s'evités aquest espai aeri?
31আরেকটি এমএএস বোয়িং ৭৭৭ বিমান ১৩৩ দিনের মাথায় দ্বিতীয়বার বিধ্বস্ত হওয়ার কারন যেটাই হোক, দুইটি বিমান দূর্ঘটনায় ৫৩৭ জন লোক প্রাণ হারিয়েছে। এ অবস্থায় জাতীয় বিমান সংস্থাটির উপর আর জনগণের আস্থা ধরে রাখা সম্ভব হবে না।Independentment de les causes d'un altre Boeing 777 de Malaysia Airlines caigut per segona volta en 133 dies, el fet d'haver perdut la vida 537 persones en total en tots dos desastres aeris, no ajuda a recuperar la confiança en l'aerolínia nacional.
32যেহেতু আরেকটি মর্মান্তিক ঘটনায় মালয়েশিয়া শোকাচ্ছন্ন হয়ে পড়েছে, তাই এমএইচ৩৭০ বিমানটি নিখোঁজ হওয়ার রহস্যজনক ঘটনা সম্পর্কে ব্যাখ্যা করতে অনেক নাগরিকই নতুন করে সরকারের উপর চাপ প্রয়োগ করবেন এটাই স্বাভাবিক।Mentre Malàisia plora una nova desgràcia aèria, és inevitable que molts ciutadans tornin a exercir pressió el govern perquè doni les explicacions oportunes sobre la desaparició misteriosa del vol 370.