Sentence alignment for gv-ben-20120319-23626.xml (html) - gv-cat-20120324-1405.xml (html)

#bencat
1ভারতঃ রাতের বেলা হাটবেন না এবং ধর্ষিত হবে নাÍndia: no treballis de nit i no et violaran
2সাম্প্রতিক সময়ে ভারতের গুরগাও-এ বেশ কয়েকজন নারীকে অপহরণ এবং তাদের ধর্ষণ করা হয়। গুরগাও হচ্ছে রাজধানী দিল্লীর ৩০ কিলোমিটারে মধ্যে অবস্থিত এক শহর।Els últims dies, algunes dones treballadores han estat segrestades i violades a la ciutat de Gurgaon, a uns trenta quilòmetres de Nova Delhi, la capital índia.
3কিন্তু এই ঘটনায় প্রশাসন তাদের দায়িত্ব কমিয়ে আনে, নাগরিকদের নিরাপত্তা প্রদান করার বদলে, সকল মল বা বড় বড় দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বার (শুঁড়িখানার) মালিকদের অনুরোধ করে, তারা যেন রাত আটটার পরে কোন মহিলা কর্মচারীকে কাজে নিয়োগ না দেয়।Tanmateix, l'única reacció de l'administració ha estat eludir la responsabilitat de proporcionar seguretat als ciutadans i ha demanat a tots els propietaris de centres comercials, bars i comerços que no comptin amb personal femení a partir de les vuit del vespre.
4ভারতীয় নেট নাগরিক এই ঘটনায় ক্ষোভ এবং অবিশ্বাসের সাথে তাদের প্রতিক্রিয়া প্রদান করেছে।Els ciutadans indis a la xarxa van esclatar amb enuig i incredulitat arran de la notícia.
5এর মধ্যে কিছু কিছু প্রতিক্রিয়া ছিল ব্যাঙ্গাত্মক, কিছু কিছু প্রতিক্রিয়া ছিল চোখ খুলে দেবার মত এবং কেন এই ধরনের অনুরোধ যে অদ্ভুত এক অনুরোধ, তা ব্যাখ্যা করেন।Algunes reaccions van ser sarcàstiques [en], algunes altres reveladores [en], i en alguns casos explicaven [en] que la demanda era absurda.
6আমজনতা মনে করে যে এই ধরনের নির্দেশ অযৌক্তিক, যেহেতু অনেক ধরনের কাজে মেয়েদের মাঝরাত পর্যন্ত বাইরে থাকতে হয়:Aamjanata [en] pensa que aquesta ordre no és raonable, perquè hi ha molts treballadors que exigeixen quedar-se fins tard:
7[..] মহিলা পুলিশদেরও মনে হয় রাতের বেলায় কাজ করতে হয়।[…] se suposa que també hi ha d'haver dones policia treballant al torn de nit.
8অঙ্কন সামিয়া সিংহের।Il·lustració de Samia Singh.
9সিসি বাই-এনডি ২.CC BY-NC-ND 2.5
10৫ সন্দীপ রায় তার প্রথম পোস্টে পুলিশের দায়িত্ব এড়ানো নীতির সমালোচনা করেছেন:Sandip Roy [en] de la revista en línia First Post, es mostra cínic amb la jugada de la policia d'ignorar la seva responsabilitat:
11যদি পুরো ঘটনায় পুলিশ তাদের হাত গুটিয়ে রাখতে চায়, তাহলে একটা বিকল্প সমাধান রয়েছে, তা হচ্ছে টুইটারে একটা গুঞ্জন সৃষ্টি করা যে; রাত আটটার পর গুরগাওয়ে সকল পুরুষের বাইরে চলাফেরার উপর নিষেধাজ্ঞা জারী করলে কেমন হয়।?Si la policia pensa rentar-se les mans en aquest assumpte, aquí hi ha una solució alternativa que circula per Twitter: per què no es decreta un toc de queda per a tots els homes a Gurgaon a partir de les vuit del vespre?
12দি লাইফ এন্ড টাইমস অফ এন ইন্ডিয়ান হোমমেকার প্রশ্ন তুলেছে:El bloc The Life and Times of an Indian Homemaker [en] qüestiona:
13একজন নাগরিক হিসেবে আপনারা কি মনে করেন যে গুরগাওয়ের প্রশাসন পুনরায় নিশ্চয়তা প্রদানের মত বিষয়ে সাড়া প্রদান করেছে।Com a ciutadà, li sembla tranquil·litzadora la resposta de l'administració de Gurgaon?
14এটা কি আসলে আরো বেশী পুনরায় নিশ্চয়তা প্রদানের বিষয় নয় যে, যদি বিষয়টি পরিষ্কার করা হয় যে পুলিশের দায়িত্বহীনতার বিষয়টি আর ঘটবে না বা তাদের ব্যর্থতাকে গ্রহণ করা হবে না।No hauria estat més tranquil·litzador que es deixés clar que la negligència del deure per part de la policia no es repetiria o s'excusaria?
15ব্লগার একই সাথে প্রশ্ন করেছে:La blocaire també pregunta:
16গুরগায়ে, চাকুরী, নিরাপত্তা এবং রাত আটটার পরে রাস্তায় চলাচলের বিষয়টি কি কেবল পুরুষের জন্য সংরক্ষিত?Potser les feines i els carrers segurs després de les vuit del vespre es reserven als homes?
17র‍্যাম্বলিং ইন দ্যা সোসাইটি-এর জন্য সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে দায়ী করছে:El bloc Rambling In The City [en] en culpa la mentalitat d'una societat patriarcal:
18আমার প্রথম প্রতিক্রিয়া, অবশ্যই, সমাজের ( কর্তৃপক্ষের আচরণে সমাজের সংখ্যাগরিষ্ঠের মানসিকতা প্রতফলিত হয়) জন্য এটা খুব সহজ যে নারীদেরকে বলা যেন তারা “বুঝেশুনে” চলে।La meva primera reacció va ser, per descomptat, pensar com n'és de fàcil per a la societat (les autoritats estan mostrant una actitud molt més social) demanar a les dones que es comportin “dins uns límits”.
19কিছুদিন আগে বিমান কর্মীরা শারীরিক প্রতিবন্ধী নাগরিকদের বিমানে চলাচল করতে মানা করেছে, এটা যেন তার মত এক ঘটনা। এটা এমন এক মানসিকতা, যাতে নারীদেরকে দুর্বল, অনগ্রসর এবং বেশীরভাগ ক্ষেত্রে তাদের সমস্যা বলে মনে করা হয়।Exactament igual que els últims incidents en què el personal aeri demanava a les persones amb discapacitat que baixessin de l'avió, aquesta actitud fa pudor de mentalitat que considera les dones dèbils, en desavantatge i, sobretot, un problema.
20দিল্লী স্লাটওয়াক-এর অংশগ্রহণকারীরা স্লোগান দিচ্ছে এবং ব্যানার প্রদর্শন করেছে, ছবি রাহুল কুমার, কপিরাইট ডেমোটিক্সের ( ৩১/৭/২০১১)Participants en la Marxa de Putes de Delhi cridant eslògans i portant pancartes. Imatge de Rahul Kumar.
21টুইটার ব্যবহারকারীও তাদের মতামত প্রদর্শনে ব্যস্ত ছিল:Copyright Demotix (31/7/2011).
22@অনুরাগশার্মা১৩৭: ৪৫ দিনের মধ্যে গুরগাওয়ের সাহারা মলের কাছে এই নিয়ে চারটি ধর্ষণের ঘটান ঘটল।anuragsharme137: quarta violació prop del centre comercial Sahara a Gurgaon en quaranta-cinc dies.
23ঘটনার পরের দিন থেকে স্বাভাবিক, তারা কি মানসিক ভাবে শক্তিশালী নাগরিক নাকি তারা কাপুরুষ?La vida continua normal l'endemà. Són gent forta o covarda?
24@অঙ্কুরসেইস:এক সময় #গুরগাও আমাদের দেশের উন্নয়নের এক প্রতীক হিসেবে বিবেচিত হত।Ankursays: #Gurgaon una vegada va ser un símbol d'orgull del desenvolupament del nostre país.
25এখন সমগ্র #এনসিআর আমাদের দেশের জন্য এক লজ্জার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে (#ধর্ষণ সংঘটিত হবার এলাকা)।Ara tot el #NCR s'ha convertit en símbol de la vergonya (#rape destination” [destinació de violacions] per al nostre país.
26@ এনডালখা:যেহেতু কিছু মানুষ তাদের ইন্দ্রিয় দমন করতে পারে না, তাই নারীদের ঘরে বসে থাকতে হবে।@Nadlakha: Només perquè un parell d'homes no puguin controlar una erecció, les dones també han de quedar-se assegudes a casa.
27কি এক ভাবনা!Quina idea!
28#গুরগাও#gurgaon
29@সলিলত্রিপাঠি: দেখে মনে হচ্ছে গুরগাওয়ের ধর্ষকদের আনুষ্ঠানিক কাজের নির্দিষ্ট সময় আছে।@saliltripathi: Llavors, sembla que els violadors tenen horari de feina oficial a Gurgaon.
30@লেডিঅপর্ণা: আরটি @হারনেটিজন:এখন গুরগাওয়ের নারীদের ধর্ষিত হতে না চাইলে তাদের রাত ৮ টার পরে ঘরে বসে থাকতে বলা হচ্ছে।LadyAparna: RT @Harneetsin: Així que a les dones de Gurgaon se'ls diu que es quedin a casa a partir de les 20.00 si no volen ser violades.
31ধর্ষকেরা নিজস্ব আনুষ্ঠানিক সময় লাভ করেছে। এখন সুখী এক সময়।Els violadors a l'Índia tenen ara la seva Hora Feliç “oficial”.
32মারা যাও।Morin-se.
33নেমফিল্ডএমটি:তার মানে হচ্ছে পুরষের ওয়ারউল্ফ ( এমন এক ধরনের মানুষ যারা রাতের বেলায় নেকড়েতে পরিণত হয়) বা এ রকম।@NameFieldmt: Així que els homes són com els homes llop o una cosa així.
34তারা রাত আটটার আগে সাধু এবং যখনই রাতে ঘড়িতে আটটা বেজে ওঠে, তখনই তারা অসভ্য ধর্ষকে পরিণত হয়।Són uns sants fins a les vuit i es converteixen en bàrbars violadors quan el rellotge marca l'hora.
35@ গুরগাও#Gurgaon
36যখন সকলে এই সমস্যা এবং তা প্রতিরোধের উপায় নিয়ে কথা বলছে, তখন অঙ্কিতা মহাজন এর একটা সমাধান প্রদান করছে :Mentre tothom parla del problma i de la mesura preventiva, Ankita Mahajan [en] sospesa una solució:
37এই ঘটনায় সরকারে এক কঠিন ব্যবস্থা গ্রহণ করা উচিত, যদি কাউকে অপরাধী হিসেবে পাওয়া যায় এবং তাকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়, তাহলে তার জন্য একটাই শাস্তি, মৃত্যুদণ্ড।El govern hauria de prendre la severa iniciativa de posar fi a casos com aquests. Si una persona és considerada criminal i se la detén per violació, hi hauria d'haver un únic càstig: pena de mort.