# | ben | cat |
---|
1 | #আফ্রিকাযদিকোনপানশালাহত হ্যাশট্যাগ দিয়ে একে অন্যকে খোঁচা দিল আফ্রিকানরা | Els africans es burlen els uns dels altres amb l'etiqueta “Si l'Àfrica fos un bar” |
2 | দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত জো স্লোভো উদ্যানের একটি গণ পানীয় পানের স্থান। | Un lloc públic per a beure a Joe Slovo Park, Ciutat del Cap, Sud-àfrica. |
3 | উইকিপিডিয়া ব্যবহারকারী ডিসকটের আপলোড করা ক্রিয়েটিভ কমন্স ছবি। | Imatge amb llicència de Creative Commons. Publicada per l'usuari de Wikipedia Discott. |
4 | এমনও দিন এসেছে যে টুইটারে আফ্রিকানরা একে অপরের পেছনে লেগেছে। | Hi ha dies en què els africans amb Twitter decideixen provocar-se els uns als altres. |
5 | বতসোয়ানার একজন লেখক সিয়ান্ডা-পান্ডা একটি লক্ষ্যহীন টুইট দিয়ে শুরু করে #আফ্রিকাযদিএকটিপানশালাহতো শিরোনামের বেশ মজার এই হ্যাশট্যাগটিকে দ্রুত ছড়িয়ে দিয়েছেন। | Un tuit aleatori començat per Siyanda- Panda, una escriptora de Botswana, va provocar aquesta divertida etiqueta #IfAfricaWasABar (si l'Àfrica fos un bar). |
6 | সিয়ান্ডা প্রশ্ন করেছেনঃ | Siyanda va preguntar: |
7 | আফ্রিকা যদি একটি পানশালা হতো, তবে আপনার দেশ কি ধরণের মদ্যপান করত/ কি কি করত? | Si l'Àfrica fos un bar, què estaria bevent/fent el teu país? |
8 | নাইজেরিয়ান এবং কেনিয়ানরা মনে হচ্ছে তাদের ন্যায্য ভাগই পেতঃ | Nigèria i Kenya semblen tenir una bona part del pastís: |
9 | কেনিয়ানরা এমন ব্যক্তি হতো যারা অন্যদের পানীয় হাতে নিয়ে ছবি তুলতো | Kenya seria el paio que es fa fotos amb les begudes dels altres. |
10 | কেনিয়ানরা পানশালা, বাইরে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিগুলো, পাশের কসাইখানা এবং রাস্তার ওপারের ওষুধের দোকানের মালিক হতো। | Kenya seria el propietari del bar, dels taxis que hi ha afora, de la carnisseria del costat i de la farmàcia de l'altra vorera. |
11 | …নাইজেরিয়ানরা এমন ব্যক্তি হতো, যারা পানশালাটিতে এসে উপভোগ করার ক্ষেত্রে যথেষ্ট বুড়ো, তবে তাঁর একটি নকল পরিচয়পত্র আছে যাতে লেখা আছে তাঁর বয়স মাত্র ১৯ বছর। | Nigèria seria un paio bastant gran com per a entrar al bar, però amb un DNI fals on posa que té 19 anys. |
12 | নাইজেরিয়ানরা এমন এক মোটা ধনী ফুলবাবু হতেন, যারা পানশালাতে উপস্থিত প্রতিটি মেয়ের সাথে নাচতে চেষ্টা করতো। | Nigèria seria el paio ric i gras que intenta ballar amb totes les noies. |
13 | নাইজেরিয়ানরা এমন এক ঝগড়াটে লোক হতেন, যারা সবসময় অন্যদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতেন। | Nigèria seria el típic borinot que sempre intenta cridar l'atenció. |
14 | নাইজেরিয়ানরা হবেন সেই পানশালার ডিজে। | El DJ seria de Nigèria. |
15 | @নানজালা১ এর মতে, মাদাগাস্কার কোন এক শান্ত লোকঃ | Segons @Nanjala1, Madagascar seria el tímid: |
16 | মাদাগাস্কার এমন এক মেয়ে হবে, যিনি একা এসেছেন, মদ্যপান করেছেন এবং নেচেছেন এবং কেউ তাঁকে লক্ষ্য করার আগেই কেটে পড়েছেন। | Madagascar seria la noia que arriba sola, pren una copa, balla una mica i marxa abans que ningú no se n'adoni. |
17 | @ক্যাপ্টেইন_এফবিএস টুইট করেছেন, জিম্বাবুয়ে হয়তো অতীতে আটকে থাকবেঃ | Zimbabwe estaria estancat en el passat, va tuitejar @Captain_FBS: |
18 | জিম্বাবুয়েনরা এমন এক লোক হবেন, যারা “যখন আমার হাতে টাকা ছিল, তখনকার দিনে ফিরে যাই” মনোভাব দেখিয়ে সবাইকে বিরক্ত করে। | Zimbabwe seria el paio que molesta tothom parlant sobre “aquells dies, quan tenia diners”. |
19 | তানজানিয়ানদের প্রতি কিছু কৌতুকের গুঁতা ছিলঃ | Tanzània seria el blanc d'unes quantes bromes: |
20 | …তানজানিয়ানরা হয়তো তেমন একদল মেয়ে হবে, যাদের সারা রাত কেউ আমলে নেবে না কিন্তু তাঁরা যেকোন ভাবেই এটিকে সফল “মেয়েদের বাইরে রাত কাটানো” হিসেবে দাবি জানাতে পারে। | Tanzània seria el grup de noies a les que ningú no s'apropa en tota la nit i que diuen que era una “Nit de Noies”. |
21 | তানজানিয়ানরা হয়তো এমন এক লোক হবেন, যারা মাতাল হলে ইংরেজি এলোমেলো হয়ে যায়। | Tanzània seria el paio a qui se li deslliga la llengua quan està begut. |
22 | @ক্রিসপোজার পরিহাস করে বলেছেন, ইথিওপিয়ানদের বিল নিয়ে কোন চিন্তা করতে হবে নাঃ | Etiòpia no s'hauria de preocupar per el compte, diu @Chrisposure: |
23 | সবাই ইথিওপিয়ায় পানীয় পাঠিয়ে দেবেঃ | Tots els paios enviarien begudes a Etiòpia. |
24 | এমনকি বোকো হারাম সেই পানশালায় উপস্থিত থাকবেঃ | Fins i tot Boko Haram seria al bar: |
25 | বোকো হারাম মেয়েদের পার্টিতে এমন পোশাকে আসবে… | Boko Haram apareixeria la nit de noies vestit així… |
26 | মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপকে টুইটে টেনে আনা হবেঃ | Els Estats Units, la Xina i Europa també han entrat al debat: |
27 | ইউরোপ এবং চীন খুব বেশি মাতাল হয়ে পড়বে… | Europa i la Xina estarien molt borratxes… |
28 | #আফ্রিকাযদিকোনপানশালাহত কোন বিলাসবহুল হোটেলে - তবে হ্যাঙলা পাতলা সাদা চামড়ার অনেক বৃদ্ধ জায়গাটাকে ভয়ার্ত করে তুলতেন। | El lloc es tornaria desagradable perquè en un hotel car hi hauria MOLTS homes blancs vells i malforjats. |
29 | আমেরিকান এবং ইউরোপিয়ানরা অত্যধিক মদ্যপান সম্পর্কে সবাইকে ডেকে শিক্ষাদান করতেন, কিন্তু নিজেরা ঠিকই মদের গ্লাস পূর্ণ করে নিতেন। | Els Estats Units i Europa donarien a tothom un sermó sobre els efectes de beure massa mentre ells tenen els gots ben replens. |