Sentence alignment for gv-ben-20141127-45723.xml (html) - gv-cat-20141205-8998.xml (html)

#bencat
1সারাবছর ধরে ক্রিসমাস কেকের জন্য অপেক্ষা করছেন?Fa molt de temps que somnies els dolços nadalencs?
2যদি জাপানে থাকেন তাহলে আপনাকে মাখন ঘাটতির মুখে পড়তে হবেSi ets a Japó, oblida-te'n, s'ha acabat la mantega
3জাপানের ক্রিসমাস আয়োজনের শঙ্কার সাথে ক্যানোলা থেকে প্রস্তুত মাখনের সম্পর্ক রয়েছে।
4ছবি তুলেছেন ডেভিড স্কোফিল্ড।Al Japó temen que les festes de Nadal els remetin a la margarina de colza.
5২৪ জানুয়ারি ২০১১।Imatge de David Schofield, 11 de febrer del 2011.
6সিসি ২.CC 2.0.
7০। জাপানে এখন মাখনের ঘাটতি চলছে। এই ঘাটতিই ক্রিসমাসের আয়োজনকে শঙ্কার মুখে ফেলে দিয়েছে।Japó pateix un gran dèficit de mantega que podria tenir conseqüències terribles per als amants del dolç que escalfa l'hivern en aquest país: el pastís de Nadal.
8জাপানিরা প্রতিবছর শীতের সময়ে ক্রিসমাস কেক বানিয়ে সবাইকে উপহার দিতে পছন্দ করেন।
9আর এই কেক বানাতেই দরকার পড়ে মাখনের।Alerta: s'aplacen les festes nadalenques.
10সবার মনোযোগ আকর্ষণ করছি: মাখন ঘাটতির কারণে জাপানে ক্রিসমাস উদযাপন স্থগিত করা হয়েছে।Com que al Japó falta mantega, potser durant aquestes festes els nipons no podran comprar els pastissos tradicionals de Nadal.
11জাপানে ঐতিহ্যবাহী ক্রিসমাস কেক কিনে বড়দিন পালন করা সম্ভব হবে না। যদিও জাপানে বড়দিনের কোনো ছুটি নেই।Al Japó, encara que Nadal no es consideri en si mateix un dia festiu, és tradició menjar pollastre rostit o fregit i pastís de Nadal a la vetlla.
12তবে তারা ঐতিহ্যগতভাবে রোস্ট, ডুবোতেলে ভাজা মুরগি এবং ক্রিসমাস কেক দিয়ে দিনটি উদযাপন করে থাকেন।
13জাপানের ক্রিসমাস কেক সাধারণত স্পঞ্জ কেক অথবা শর্টকেক হয়ে থাকে।Els pastissos nadalencs japonesos solen estar fets a base de pa de pessic o de coca recoberta de maduixes i grans quantitats de nata.
14আর এর উপরের দিকে স্ট্রবেরি এবং হুইপ ক্রিম দেয়া থাকে।La crema de mantega també és un element important per a decorar aquests pastissos:
15কেকের উপরিভাগে দেয়ার জন্য মাখন খুবই গুরুত্বপূর্ণ:
16পিয়ানো সদৃশ ক্রিসমাস কেক।Un pastís de Nadal en forma de piano!
17সেইজুফিউগেটসুডোর মাখন দেয়া পিয়ানো কেক।El pastís amb crema de mantega en forma de piano que va fer Seijofugetsudo.
18জাপানে মাখনের ঘাটতি প্রথম দেখা দেয় ২০১৪ সালের শুরুর দিকে। সে সময়ে সরকার ভোক্তাদের চাহিদা মেটাতে মাখন আমদানির প্রতিশ্রুতি দেয়।La manca de mantega al Japó és un problema des de principis del 2014 quan, el mes de maig, el govern va prometre facilitar la importació de mantega per a satisfer la demanda dels consumidors.
19জাপানের কৃষি মন্ত্রণালয়ের মতে, মাখনের ঘাটতির সাথে জাপানের গ্রীষ্মকালের উষ্ণতা বৃদ্ধির একটা সম্পর্ক রয়েছে।Segons el ministeri d'Agricultura japonès (vegeu la traducció al anglès aquí), aquest problema està relacionat amb la major freqüència d'estius molt calorosos que han esgotat les vaques i els han impedit produir llet.
20কারণ অতিরিক্ত গরমে পরিশ্রান্ত হয়ে পড়ায় গাভীগুলো পর্যাপ্ত পরিমাণ দুধ দিতে পারে না।El ministre d'Agricultura afegeix que una població cada cop més envellida a les zones rurals de Japó també contribueix al dèficit de productes lactis:
21কৃষি মন্ত্রণালয় আরো জানিয়েছে, জাপানের গ্রামগুলোতে বয়ষ্ক মানুষের সংখ্যা বাড়ছে।El 1985 hi havia prop de 82.000 establiments productors de llet que criaven al voltant de 2,11 milions d'animals.
22এতে করে গরু পালন করবেন, এমন মানুষের সংখ্যাও কমে গেছে: ১৯৮৫ সালে জাপানে গরু পালন করেন এমন পরিবারের সংখ্যা ছিল প্রায় ৮২,০০০।Però, des de llavors, aquesta xifra ha caigut en picat i, aquest any, el nombre de productors de llet ronda els 19.000 que s'ocupen de 1,4 milions d'animals aproximadament.
23সেসব পরিবারে গৃহপালিত গরুর সংখ্যা ছিল প্রায় ২. ১১ মিলিয়ন।Tan sols han passat cinc anys des del 2009 i el volum de llet crua ha caigut al voltant d'un 5%, ha passat de 7,88 milions de tones a 7,45 milions.
24পরে এই সংখ্যা অনেক কমে যায়। আর এখন গরু পালন করেন এমন পরিবারের সংখ্যা প্রায় ১৯,০০০।(Si voleu saber-ne més, consulteu aquest article de NHK, escrit en japonès, que conté més informació sobre els problemes que pateixen els productors de mantega al Japó.)
25আর গরুর সংখ্যা ১. ৪ মিলিয়ন।Tot i que s'està important mantega, sembla que els estocs s'estan gastant molt ràpidament.
26২০০৯ সাল থেকে গত পাঁচ বছরে দুগ্ধ উৎপাদন ৫ শতাংশ হারে হ্রাস পেয়েছে।
27পরিমাণে দেখতে গেলে ৭.本当にバター売ってないな~。 pic.twitter.com/5C9r1cBC08
28৮৮ মিলিয়ন মেট্রিক টন থেকে ৭.- 小林 健志 (@cobatake) 15 de novembre del 2014
29৪৫ মিলিয়ন টনে এসে দাঁড়িয়েছে।Uau, realment ja no queda mantega per a vendre.
30(কেউ আগ্রহী হলে, জাপান মাখন উৎপাদন নিয়ে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে তা এনএইচকে ব্যাকগ্রাউন্ডার-এ গিয়ে দেখতে পাবেন। )
31বিদেশ থেকে মাখন আমদানি করা হলেও সাথে সাথে তা ফুরিয়ে যায়। 本当にバター売ってないな~。 pic.twitter.com/5C9r1cBC08Aquest dèficit a les portes de Nadal ha creat un nou fenòmen entre els japonesos a Internet: els refugiats de la mantega.
32- 小林 健志 (@cobatake) November 15, 2014 হা হা হা!- justastarter (@justastarter1) 2 de Novembre del 2014
33বেচার মতো কোনো মাখন তাদের কাছে নেই।
34জাপানে ক্রিসমাসের আগে মাখন ঘাটতি পড়ায় ইন্টারনেটে “উদ্বাস্তু মাখন” নামে নতুন একটি মিম বানানো হয়েছে:Ja no queda mantega (゚Д゚) Els refugiats de la mantega que provenen d'arreu del Japó han assaltat Twitter i hi han deixat piulades sobre aquesta nova crisi.
35- justastarter (@justastarter1) November 2, 2014 কোথাও মাখন নেই।NAVER Matome ha recopilat tota la informació aquí: http://t.co/HltjvzTH6g
36“উদ্বাস্তু মাখন” নিয়ে জাপানের সবাই টুইটারে আলোচনা করছেন।
37সবার মন্তব্য এখানে সংকলন করা হয়েছে: http://t.co/HltjvzTH6g- 絆を紡ぐちよ (@bunealopunny) 20 de Novembre del 2014
38- 絆を紡ぐちよ (@bunealopunny) November 20, 2014 আমি ভাবছিলাম মাখনের ঘাটতি বোধহয় সাময়িক কোনো সমস্যা।Pensava que la manca de mantega només era un problema temporal, però com més investigo sobre el tema, més me n'adono que és un problema ben seriós.
39কিন্তু আমি আরো একটু গবেষণা করে দেখলাম যে, এটা আসলে গভীর একটা সমস্যা।Molts dels usuaris de Twitter recalquen el fet que el dèficit de mantega afectarà les fetes de Nadal.
40ক্রিসমাস আয়োজনে প্রভাব পড়ার বিষয়টি উপলদ্ধি করে অনেক টুইটার ব্যবহারকারী সজাগ হয়েছেন।
41- うつぼざる (@marmot02) November 9, 2014- うつぼざる (@marmot02) 9 de novembre del 2014
42সামনেই ক্রিসমাস।Arriba Nadal i, al supermercat del barri, ha desaparegut la mantega.
43আর এ সময়েই কিনা আমার বাড়ির পাশের সুপারমার্কেট থেকে মাখন লাপাত্তা!
44মনে হচ্ছে সমস্যাটা দীর্ঘস্থায়ী রুপ পেতে যাচ্ছে।Això sembla un problema crònic, però jo només espero que aconseguim sortir-nos-en durant el Nadal.
45তবে আমি আশা করি ক্রিসমাস সময়ে আমরা এটা পেয়ে যাবো হয়তো। যারা ক্রিসমাসের সময়ে নিখুঁত কেক বানাতে চান, তাদের সব আশা শেষ হয়ে যায়নি যদিও।De totes maneres, no està tot perdut, aquells qui necessiten mantega per a fer correctament el pastís de Nadal disposen d'un gran nombre de vídeos de Youtube que expliquen, en japonès, com fabricar mantega del no res.
46জাপানি ভাষায় ইউটিউবের বিভিন্ন ভিডিওতে স্ক্র্যাচ থেকে কীভাবে মাখন বানানো যায়, সে ব্যাপারে ব্যাখ্যা করা হয়েছে।