Sentence alignment for gv-ben-20130708-37283.xml (html) - gv-cat-20130705-5828.xml (html)

#bencat
1মিশর জুড়ে বিরোধীদের সাথে মুরসি সমর্থকদের মুখোমুখি সংঘর্ষEls partidaris de Mursi s'enfronten als opositors per tot Egipte
2এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ মিশরীয়রা মুরসিকে উৎখাত করল এর একটি অংশAquest post forma part la nostra cobertura especial Els egipcis enderroquen Mursi.
3মুসলিম ব্রাদারহুডের সমর্থক এবং প্রাক্তন মিশরীয় রাষ্ট্রপতি মোহাম্মেদ মুরসির উৎখাতের জন্য দায়ী বিক্ষোভকারীদের মধ্যে অনেক প্রত্যাশিত মুখোমুখি সংঘর্ষ আজ [৬ জুন, ২০১৩] সংঘটিত হয়েছে।L'anticipada confrontació entre els partidaris dels Germans Musulmans i els manifestants que demandaven la destitució de l'expresident egipci Muhàmmad Mursi va tenir lloc finalment el 6 de juliol.
4সংঘর্ষটি বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচারিত করেছে।El drama es va desenvolupar en directe per televisió i fou retransmès per canals locals i internacionals.
5মিশর জুড়ে এই সংঘর্ষে অন্ততপক্ষে ১৭ জন নিহত এবং ৪০০ এর অধিক প্রতিবাদকারী আহত হয়েছে। অনেক সামাজিক মিডিয়াতেই ব্যাপারটিকে “প্রত্যাশিত” এবং “বাস্তবতা” হিসাবে বর্ণনা করা হয়েছে।Almenys 17 persones [en] han mort i més de 400 manifestants han resultat ferits en els diversos altercats que s'han produït a tot el país i que molts a les xarxes socials descriuen com “previsibles” i “surrealistes”.
6মিশর ভিত্তিক এনবিসি সংবাদ এর বিদেশী প্রতিনিধি আইমান মহেলদিন টুইট করেছেনঃAyman Mohyeldin, corresponsal a Egipte per a NBC News, tuitejava:
7@আইমানঃ হাজার হাজার মুরসি সমর্থকরা ৬ অক্টোবর তারিখে তাহিরির দিকে অগ্রসর হয়েছে।@AymanM: Milers de manifestants favorables a Mursi creuen el pont 6 d'Octubre cap a Tahrir.
8সেনাবাহিনীর হেলিকপ্টার তখন তাঁদের উপর দিয়ে চক্কর দিচ্ছিল pic.twitter.com/SMbqFvQKAoUn helicòpter militar sobrevola l'escena pic.twitter.com/SMbqFvQKAo
9নীল নদীর তীরে সংঘর্ষের সম্মুখ চিত্র।La primera línia de batalla a la cornisa del Nil.
10ছবিটি টুইটারে শেয়ার করেছেন @শেরিনFotografia compartida per @SherineT a Twitter
11কায়রোতে আল জাজিরার সংবাদদাতা শেরিন টাদ্রোস বলেছেন:La corresponsal d'Al Jazeera al Caire Sherine Tadros afegia:
12@শেরিনটিঃ মাসপেরোর কাছেই সব সংঘর্ষ হয়েছে।@SherineT: Caos absolut ací a Maspero.
13হাজার হাজারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ।Milers contra milers.
14রাস্তায় সংঘর্ষ হয়েছে।Batalles al carrer.
15আহত মানুষজন মাটিতে পড়ে ছিল।Ferits per terra
16মাসপেরো হচ্ছে কায়রোর মধ্য শহরে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ভবন এবং তাহিরির স্কয়ার থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে অবস্থিত। সেখানে মুরসি বিরোধীরা মুরসি উৎখাতের উদযাপন চালিয়ে যাচ্ছিল।Maspero és l'edifici de la televisió i la ràdio estatals al centre del Caire i es troba a tan sols un metres de la plaça Tahrir, on els manifestants contraris a Mursi continuen les celebracions per l'enderrocament del règim.
17এবং অ্যান্ডি কারভিন নোট লিখেছেনঃI Andy Carvin remarcava:
18@একারভিনঃ বাস্তব চিত্র দেখানো হচ্ছে - ডজন ডজন লোক পাথর ছুঁড়ছে, প্রতিটি প্রান্তের প্রতিবাদী টার্গেট করা সবুজ লেজারের দ্বারা জায়গাটি উজ্জ্বল হয়ে উঠছে।@acarvin: Imatges surrealistes en aje ara mateix - al voltant d'una dotzena d'individus llancen pedres, cadascun d'ells il·luminat per un làser verd que els converteix en objectiu de l'altre bàndol
19এগুলো সবই শুধুমাত্র কাইয়রোতে ঘটেছে।I tot això sols al Caire.
20কায়রোরের বাইরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।Però hi ha disturbis també a altres parts del país.
21মোস্তফা হুসেন লিখেছেনঃMustafà Hussein escrivia:
22@মোস্তফাঃ আলেকজান্দ্রিয়ায় রাস্তাতে যুদ্ধ এখনও চলছে।@moftasa: Batalles als carrers d'Alexandria en aquests moments.
23আল আরাবিয়া থেকে লাইভ কভারেজ দেখানো হচ্ছে।Es poden seguir en directe a través d'Al Arabiya.
24৬ অক্টোবর তারিখে হাজার হাজার মুরসি সমর্থকরা সকালে ব্রিজ পার হয়ে শহরে প্রবেশ করে।Milers de manifestants favorables a Mursi creuen el pont 6 d'Octubre.
25ছবিটি @আয়মান শেয়ার করেছেনFotografia compartida per @AymanM a Twitter
26মোহাম্মেদ ফাদাল ফাহমি আরও লিখেছেনঃMuhàmmad Fadel Fahmy afegia:
27@রিপেন্ট১১: সুয়েজের একজন সাংবাদিক আমাকে এই মাত্র জানাল যে, সেনাবাহিনী এবং মুরসির সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে।@Repent11: Un periodista de Suez m'acaba de cridar per dir-me que continua l'intensa lluita entre l'exèrcit i els partidaris de Mursi.
28গোলাগুলিতে অনেক আহত হয়েছে।Trets i molts ferits.
29এবং ইসলামিয়া থেকে আহমেদ মেহবুব জিজ্ঞেস [আরবী ভাষায়] করেছেনঃI Ahmet Mwaheb, des d'Ismailia, preguntava [ar]:
30@আহমেদমেহবুবঃ সেনা কোথায়?@AhmedMwaheb: On està l'exèrcit?
31ইসলামিয়ার রাস্তায় যুদ্ধ চলছে এবং ব্রাদারহুডের সব ধরণের অস্ত্রই আছে।Hi ha guerra al carrers d'Ismailia i els Germans tenen tot tipus d'armes
32মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মুরসি, যিনি এক বছর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। দেশ ব্যাপী তাঁর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ সমাবেশ চলায় দুই দিন আগে সামরিক জান্তার হাতে তিনি উৎখাত হয়েছেন।Els altercats, àmpliament esperats i temuts, arriben dos dies després que Mursi, el candidat dels Germans Musulmans que va arribar a la presidència del país fa un any, fóra expulsat del poder pels militars [es], arran de les massives protestes que exigien la seua dimissió i el final del règim dels Germans Musulmans a Egipte.
33এর ফলে মিশরে মুসলিম ব্রাদারহুডের শাসনেরও অবসান হয়েছে। তাই অনেকেই সংঘাতটি আশা ও ভয় করছে।Molts responsabilitzen els militars, l'antic règim i els Germans Musulmans.
34মুসলিম ব্রাদারহুডের সাথে এই সংঘর্ষের জন্য অনেকেই সাবেক শাসক সেনবাহিনির দিকে আঙ্গুল নির্দেশ করেছেন।
35ফিলিপ রিযক নোট লিখেছেনঃPhilip Rizk apuntava:
36@ত্যাবুলাগাজাঃ তাহিরির কাছে বন্দুক যুদ্ধের জন্য সাবেক শাসক/সেনবাহিনি + ব্রাদারহুডই দায়ী।@tabulagaza: Militars / antic règim + germans són els culpables per les malaltisses batalles armades prop de tahrir.
37প্রতিটি বন্দুকের গুলি উভয় পক্ষের সদস্যদের মধ্যে ঘৃণা বাড়িয়ে তুলছে।L'odi creix entre els bàndols amb cada tret que es dispara
38এবং মহাম্মোদ মারে সমাপ্তি টেনেছেনঃMuhàmmad Maree concloïa:
39@মারে৩ইঃ মুসলিম ব্রাদারহুডের আর কোন ভবিষ্যত নাই।@mar3e: Els Germans Musulmans no tenen futur.
40রক্ত ঝড়িয়ে তাদের ভ্রাতৃত্ব আরও নষ্ট হবে এবং রাজনৈতিক জীবন থেকে তাঁরা বিতাড়িত হবে।La sang vessada dissoldrà la seua germanor i romandran proscrits de la vida política
41এই পোস্টটি লেখার সময় সংঘর্ষ অব্যাহত রয়েছে।Els disturbis continuen en el moment de publicar aquest post.