# | ben | cat |
---|
1 | অস্ট্রেলিয়ার দুই মাদক পাচারকারীর মৃত্যুদণ্ড স্থগিতে শেষ মূর্হুতের প্রাণভিক্ষা আবেদন | Peticions d'última hora per aturar l'execució de dos traficants de drogues australians a Indonèsia |
2 | আশাকে বাঁচিয়ে রাখ- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার সৌজন্যে। | Keep Hope Alive - cortesia d'Amnistia Internacional Austràlia |
3 | মাদক পাচারের অভিযোগে দোষী সব্যস্ত হওয়া অস্টেলিয়ার দুই নাগরিক মায়ুরান সুকুমারান এবং এ্যান্ড্রে চ্যানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে, যারা ইন্দোনেশিয়া প্রাণদণ্ডের মত শাস্তির মুখে দাঁড়িয়ে। | El temps s'acaba per als dos traficants de drogues australians Myuran Sukumaran i Andrew Chan condemnats a ser executats a Indonèsia. |
4 | তারা হচ্ছে বালিনাইনের (বালির নয়জন) এক অংশ যাদের ২০০৫ সালে ডেনপাসার এলাকা থেকে গ্রেফতার করা হয়। | Formen part de la banda Bali Nine [en], els membres de la qual van ser arrestats l'any 2005 a Denpasar. |
5 | রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা এবং বিচারের রায় পুনর্বিবেচনার আবেদন প্রত্যাখান করা হয়েছে। | Les peticions d'indult presidencial i els recursos judicials han estat rebutjats. |
6 | জাকার্তা পোস্টের সংবাদ অনুসারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবোট বলেছেন তিনি তাদের প্রাণদণ্ড রোধে সর্বাত্মক চেষ্টা করেছেন কিন্তু “মেগাফোন কূটনীতিতে” [যখন সংবাদ সম্মেলন এবং ঘোষণার মাধ্যমে দুটি দেশ আলোচনা চালিয়ে যায়] জড়াবেন না। | El Primer Ministre australià Tony Abbott declara haver fet tot el que ha pogut, però diu que no entrarà en una “diplomàcia de megàfon”, segons el Jakarta Post [en]. Molta gent, però, no n'està convençuda: |
7 | | Not objecting to the execution of your own citizens is, itself, a form of megaphone diplomacy. |
8 | অনেকে এতে আশ্বস্ত হতে পারেনি : | - Sir Newt (@NewtonMark) February 5, 2015 |
9 | আপনার নিজের নাগরিকদের প্রাণদণ্ডে কোন আপত্তি নেই, স্বয়ং মেগাফোন ধরনের কূটনীতিতেও অনিচ্ছুক। | No oposar-se a l'execució dels teus propis ciutadans és, en si mateix, una forma de diplomàcia de megàfon. |
10 | অস্ট্রেলিয়ায় এই বিষয়ে মতামত গ্রহণে এক জরিপ করা হয় যা বিতর্কের কেন্দ্রে উঠে আসে। | Una enquesta d'opinió feta a Austràlia és també motiu de controvèrsia [en]. |
11 | যেখানে জিজ্ঞেস করা হয়, যদি একজন অস্ট্রেলিয়ার নাগরিক অন্য আরেক দেশে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত হয় এবং তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়, আপনার মতে তাহলে কি উক্ত মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত? | La pregunta era: “En la seva opinió, si un australià és condemnat a mort en un altre país per tràfic de drogues, la pena s'hauria d'executar?” |
12 | ফোনের মাধ্যমে চালানো এই জরিপে শতকরা ৫২ জনের উত্তর ছিল “হ্যাঁ”। | Hi va haver un 52% de respostes afirmatives a l'enquesta telefònica. |
13 | যে পরিমাণ নমুনা গ্রহণ করা হয়েছে এবং এতে যে পদ্ধতি গ্রহণ করা হয়েছে তা সমালোচিত হয়েছে। | La mida de la mostra i el mètode han estat criticats. |
14 | | Per altra banda, l'emissora de ràdio Triple J de l'ABC (en català “Corporació de Radiodifusió australiana) s'ha enfrontat a les crítiques rebudes per l'enquesta: |
15 | এছাড়াও, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন বা এবিসি নামক রেডিও স্টেশন এই ট্রিপল যে জরিপের কারণে সমালোচিত হয় : | Bit of a stretch @DailyMailAU that a @triplej poll could lead to the execution of Sukumaran and Chan. http://t.co/VYPloxErXB #Bali9 #media |
16 | ডেইলি মেল এতে খানিকটা যোগ করেছে যে ট্রিপল জে-এর চালানো জরিপ সুকুমারান এবং চ্যানের প্রাণদণ্ডকে বাস্তবায়নের দিকে ঠেলে দেবে। | - Steve Williams (@randomswill) February 4, 2015 Daily Mail AU, és exagerat pensar que una enquesta de Triple J pugui conduir a l'execució de Sukumaran i Chan. |
17 | ইন্দোনেশীয় সরকার তাদের এই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণে এই জরিপটি ব্যবহার করছে: | El govern d'Indonèsia ha estat utilitzant l'enquesta per justificar la seva decisió: |
18 | | Indonesia using Triple J poll to justify Bali Nine executions - 9#Au http://t.co/weGQliIPAM #Aust |
19 | ইন্দোনেশিয়া বালি নাইন-এর অপরাধীদের প্রাণদণ্ডের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণে ট্রিপল জে-এর এই জরিপ ব্যবহার করছে। | - Tweeting Roo ™ (@TweetingRoo) February 4, 2015 Indonèsia utilitza l'enquesta de Triple J per justificar les execucions dels dos membres de Bali Nine. |
20 | এই ঘটনায় অস্ট্রেলিয়ার অভ্যন্তরে নাগরিকদের মতামত দ্বিধাবিভক্ত। | A Austràlia, l'opinió pública està certament dividida. |
21 | শিল্পী বেন কুয়িল্টি এই দুই জনের প্রাণদণ্ডের বিরদ্ধে সবাইকে সংগঠিত করছেন। | L'artista Ben Quilty es declara contrari a la pena de mort per als dos traficants. |
22 | তিনি পররাষ্ট্রমন্ত্রী জুলিয়া বিশপকে ইন্দোনেশিয়া যাওয়ার আহ্বান জানাচ্ছেন: | Reclama a la ministra d'Afers Exteriors, Julie Bishop, que viatgi a Indonèsia: |
23 | জুলিয়া বিশপ,দয়া করে বালি গমন করুন। | http://t.co/HqVjshO9ZS @JulieBishopMP please go to Bali. |
24 | রেডিওর উপস্থাপক গ্যারি লিননেল ২৯ জানুয়ারি তারিখে মোমবাতি প্রজ্বলন এবং এর সমর্থকদের বিরোধীতা করেছেন: | - Ben Quilty (@BenQuilty) February 4, 2015 Diputada Julie Bishop, vagi a Bali si us plau. |
25 | “বালি নাইনঃ এই ঘটনায় অভিযুক্ত সুকুমারান এবং চ্যানের জন্য কেন আমি মোমবাতি জ্বালাবো না”-গ্যারি লিননেল এর সাহসী লেখা। | El locutor de radio Garry Linnell es va mostrar contrari a la vigília amb espelmes del 29 de gener i va tenir els seus seguidors: |
26 | শিক্ষাবিদ প্যাট্রিক স্টোক বালি নাইন-এর ঘটনায় মৃত্যুদণ্ডের মত শাস্তির পক্ষে এবং বিপক্ষের যুক্তি নিয়ে আলোচনা করেছেন এবং কেন মৃত্যুদণ্ডের পক্ষে নিজে কোন যুক্তি উপস্থাপন করেননি , তিনি এর উপসংহার টেনেছেন এভাবে: | “Bali 9: Why I won't be lighting a candle for Sukumaran and Chan” - gutsy piece from Garry Linnell: http://t.co/XTnqe8tlXU via @smh - Leo D'Angelo Fisher (@DAngeloFisher) January 29, 2015 |
27 | বালির গভর্নর মাদে মানগাকু পাস্তিকা বলেছেন যে- তাদের মৃত্যুদণ্ড অবশ্য কার্যকর হতে হবে- তবে সেটা বালিতে নয়। | “Bali 9: Per què no encendré cap espelma per als condemnats Sukumaran i Chan” - un article coratjós de Garry Linnell. |
28 | | El professor universitari Patrick Stokes ha parlat dels arguments a favor i en contra de la pena de mort en el cas de Bali Nine, i de com no advocar per la pena de mort [en], i conclou: |
29 | মনে হচ্ছে যে এ রকম একটা ঘটনার ক্ষেত্রে এটা ঠিক আছে, যেহেতু লম্বা একটা সময় ধরে এই ধরনের ঘটনা এখানে ঘটেনি, যেখানে আমরা এক পরিপূর্ণ বাস্তবতার মুখোমুখি হয়েছি যে কখন রাষ্ট্র জীবনের এক ইতি টানবে, যা অনেকটা খুঁটিতে বাঁধা এক ব্যক্তিকে গুলি করা। | El governador de Bali, Made Mangku Pastika, ha dit que les execucions s'han de dur a terme, però no a Bali. |
30 | | Sembla correcte que passin coses com aquesta, sempre que no passin aquí, on hem d'afrontar la realitat de que l'Estat posi fi a una vida, allò que significa disparar a un home lligat a un pal [en]. |
31 | বেদনাদায়ক বিষয় হচ্ছে অনেক অস্ট্রেলীয় নাগরিক এতে একমত। | Lamentablement, molts australians semblen estar-hi d'acord. |
32 | | Mentre el Primer Ministre Abbott buscava suports per a les noves lleis de conservació de dades [en], es qüestionava el paper de la Policia Federal Australiana (AFP) d'avisar [en] les autoritats indonèsies: |
33 | এদিকে প্রধানমন্ত্রী এ্যাবোট নতুন তথ্য ধারণ আইনের সমর্থনে ঢোল পিটিয়েছে যাচ্ছেন, অন্যদিকে ইন্দোনেশীয় কর্তৃপক্ষকে তথ্য প্রদানের ক্ষেত্রে অস্ট্রেলীয় কেন্দ্রীয় পুলিশের (এএফপি) ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে: | With Abbott standing next to AFP for PR terror stunt why not ask for investigation role of AFP into Bali9 given over to Indon, death penalty - suemazzy (@suemazzy1) February 4, 2015 |
34 | | Amb Abbott al costat de la AFP amb la maniobra mediàtica contra el terror, per què no demanar una investigació sobre el paper de la AFP de cedir Bali9 a Indonèsia? |
35 | যেখানে এ্যাবোট বিপর্যস্ত জনসংযোগ-এর ঘটনায় দেশের কেন্দ্রীয় পুলিশের পাশে এসে দাঁড়িয়েছে, তার বিপরীতে বালি নাইনের বেলায় মৃত্যুদণ্ড প্রদানের ঘটনায় এএফপির তদন্তকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন না তোলা বিস্ময়কর | L'etiqueta de Twitter #IStandForMercy (Jo defenso la clemència) és una altra mostra de suport en línea: With my daughter lighting candles for mercy. |
36 | | #IStandForMercy #keephopealive @MercyCampaign pic.twitter.com/nyeQNNGUDR |
37 | টুইটার হ্যাশট্যাগ আইস্ট্যান্ডফর মার্সি অনলাইনে তাদের মৃত্যুদণ্ড স্থগিত সমর্থন করার প্রতি সমর্থন জোটানোয় মনোযোগ প্রদান করেছে: | - Verity Firth (@VerityFirth) January 29, 2015 Amb la meva filla encenent espelmes a favor de la clemència. |
38 | আমি ও আমার মেয়ে ক্ষমা প্রার্থনায় মোমবাতি প্রজ্বলন করছি। | Nobody deserves the death penalty, no matter what crime has been committed. #IStandForMercy. |
39 | অপরাধী যত বড় অপরাধ করে থাকুক না কেন, তার জন্য সে মৃত্যুদণ্ডের মত শাস্তি পেতে পারে না। | @jokowi_do2 http://t.co/lwyx6buEgW - Janet Rice (@janet_rice) January 29, 2015 |
40 | এই দুই অস্ট্রেলীয় নাগরিককে রক্ষার প্রচারনার সমালোচনাকারীদের সমালোচনায় কোন কোন টুইটার ব্যবহারকারী বিস্মিত এই কারণে যে এতে সম্ভাব্য বর্ণবাদের উপাদান খুঁজে পাওয়া যাচ্ছে। : | Ningú no mereix la pena de mort, no importa el crim que hagi comès. Alguns a Twitter es pregunten si hi podria haver un element racial entre els que critiquen la campanya per salvar els dos australians: |
41 | আমি এই ভেবে বিস্মিত হই যে যদি বালি নাইন-এর অপরাধীরা শ্বেত বর্ণের কোন মানুষ হত তাহলে তাদের মৃত্যুদণ্ডকে কোন ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা হত? | Wonder how these Bali 9 dudes on Death Row would be viewed if they were white? - BRIGGS (@BriggsGE) February 5, 2015 |
42 | | Em pregunto quina opinió tindria la gent si els dos homes de Bali 9 al corredor de la mort fossin blancs. |
43 | এদিকে এই বিষয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি চলছে: | Mentrestant, la vigília continua: |
44 | | Join us at a vigil tonight to abolish the #DeathPenalty and #KeepHopeAlive http://t.co/7ewm29Bo3V http://t.co/fW8TbIddwZ #IStandForMercy |
45 | মৃত্যুদণ্ডের মত শাস্তি বিলুপ্ত করা এবং আশাকে প্রজ্বলিত রাখার দাবীতে আজ রাতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে আমাদের সাথে যোগ দিন। | - NSW Women's Network (@AmnestyWomen) February 5, 2015 Vine aquest vespre a la vigília per abolir la pena de mort i mantenir l'esperança. |
46 | এই ঘটনায় সিডিনির মার্টিন প্লেস নামক স্থানে এক র্যালির আয়োজন করা হয়েছে যে স্থানে সম্প্রতি নাগরিকদের জিম্মি করা হয় এবং সেখানে হত্যাকাণ্ড সংঘঠিত হয়। | Hi ha planejada una concentració a Martin Place, Sydney, l'escenari de la recent crisi d'ostatges [es]. |