Sentence alignment for gv-ben-20131224-40691.xml (html) - gv-cat-20140131-7785.xml (html)

#bencat
1আইকার খেলনা নেকড়ে লুফসিগ, হংকং-এর প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছেLufsig, el ninot de peluix d'Ikea, es converteix en una icona de les protestes a Hong Kong
2[এই প্রবন্ধের লেখক নাগরিক প্রচার মাধ্যম ইনমিডিয়াএইচকে. নেট-এর একজন প্রদায়ক, যা এই পোস্টে উদ্ধৃত করা হয়েছে। ]L'autora d'aquest article col·labora amb la plataforma de mitjans ciutadans inmediahk.net que es menciona en aquest text.
3ফেসবুকের ব্যানার আইকার খেলনা নেকড়ে লুফসিগ।Cartell de la pàgina del llop de peluix Lufsig d'Ikea a Facebook.
4হংকং-এ, ৭ ডিসেম্বর-এ, সম্প্রদায়গত আলোচনা সভায় ভাষণ দেওয়ার সময় শহরের প্রধান নির্বাহী সিওয়াই লুইয়ুং-এর দিকে এক বিক্ষোভকারী অন্যতম বৃহৎ আসবাব এবং গৃহ সরঞ্জাম নির্মাতা আইকার লুফসিগ নামক মোটাসোটা খেলনা নেকড়ে ছুড়ে মারে, তার নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি নগরের গণতান্ত্রিক সংস্কারে প্রতিশ্রুতি প্রদানে গড়িমসি করছেন।Un manifestant va llançar un llop de peluix anomenat Lufsig, del gegant de mobles i decoració Ikea, al cap executiu de la ciutat de Hong Kong, CY Leung, durant el discurs que va fer el 7 de desembre en una reunió comunitària de consulta, tot acusant el líder de falta de compromís amb la reforma democràtica de la ciutat.
5কেবল ঘটনাক্রমে লুফসিগ নামের খেলনাটি বাছাই করা হয়নি।L'elecció de Lufsig com a símbol de la protesta no ha estat casual.
6প্রধান নির্বাহী পদে নির্বাচনীর সময় সিওয়াই লিইয়ুং-এ এর ডাকনাম “নেকড়ে” রাখা হয়।A principis de 2012, CY Leung es va guanyar el sobrenom de «el llop» [en] durant les eleccions a cap executiu.
7এছাড়াও, লুফসিগ-এর মূল চীনা ভাষায় রূপান্তর শব্দটির ক্যান্টনিজ উচ্চারণ হচ্ছে মো সাই (路姆西), যা এক বিদ্রূপাত্মক বাক্য “মায়ের নেওটা” এবং “থ্রো (ছুড়ে মারা) ”-এর ক্যান্টনিজ উচ্চারণে “গোল্লায় যাও”-এর সমর্থক, যার ফলে প্রধান নির্বাহীর দিকে লুফসিগকে ছুঁড়ে মারা সামগ্রিক ভাবে নতুন ধরনের আক্রমণ এবং যার অর্থ বেশ অশ্লীল।A més a més, la pronunciació en cantonès de la traducció de Lufsig en xinès continental és «Lo Mo Sai» (路姆西), que té certa similitud amb l'expressió ofensiva «el c**y de ta mare» i la paraula «llançar» sona, en cantonès, com «f***e», cosa que dota el fet de llançar el Lufsig al cap executiu d'un nou significat encara més ofensiu i vulgar.
8যখন কোন প্রতীকধর্মী কাজে অশ্লীলতা যুক্ত হয়ে পড়ে, তখন মূলধারার চ্যানেলগুলোর জন্য এই বার্তা তুলে ধরা কঠিন হয়ে পড়ে, দুই দিনের কম সময়ের মধ্যে এই কাহিনীটি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে।Tot i que la grolleria que implica l'acció simbòlica dificulta que els grans mitjans de comunicació facin ressò del missatge, a la xarxa la història ha corregut com un virus en menys de dos dies.
9একই দিন সন্ধ্যায়,এই মোটাসোটা বিশেষ খেলনা নেকড়ের জন্য একটি ফেসবুক পাতা তৈরী করা হয় এই বিক্ষোভ উদযাপন এবং ব্যাঙ্গাত্মক ছবি সংগ্রহ করার জন্য।Aquesta mateixa tarda, s'ha creat una pàgina del ninot de peluix a Facebook [zh] per tal de celebrar la protesta i de recopilar-ne paròdies gràfiques.
10লুফসিগের ফেসবুক পাতার মাধ্যমে পাওয়া কিবোর্ড ফাইটারের একটি রাজনৈতিক কার্টুন।Vinyeta política de l'usuari keyboard fighter, de la pàgina de Lufsig a Facebook.
11বিক্ষোভ প্রদর্শনের পরদিন থেকে, গ্রাস মাড হর্সের মত লুফসিগও একই রকম ইন্টারনেট স্টাইলে পরিণত হয়, যে গ্রাস মার্ড হর্স চীনের ব্যাপক সেন্সরশিপের বিরুদ্ধে এক প্রতীক হিসেবে বিবেচিত হয়।El dia després de la protesta, Lufsig ja s'havia convertit en un mem d'internet similar al Cavall d'Herba i Fang, que representa el desafiament simbòlic a la censura d'internet a la Xina.
12লুফসিগ-এর ভক্তরা আইকা এবং অনলাইন শপিং সাইট থেকে এই খেলনাটা পেতে বেশ ঝক্কি পোহাতে হয়।El seguidors de Lufsig es van afanyar a fer-se amb el ninot de peluix a Ikea i a les plataformes de compra en línia.
13দ্রুত একটা গুজব ছড়িয়ে পড়ে যে আইকা তার দোকান থেকে লুফসিগকে সরিয়ে নেবে। এর প্রতিক্রিয়ায় ৯ ডিসেম্বরে আইকার কাছে আরো লুফসিগ দাবী নামক এক ফেসবুক কার্যক্রম পাতা তৈরী করা হয়।Al cap de poc temps es va estendre el rumor que Ikea havia retirat Lufsig de les prestatgeries i, com a resposta a aquest fet, el 9 de desembre es va crear un esdeveniment a Facebook amb la intenció de demanar a Ikea que «alliberés» Lufsig [zh].
14যারা লুফসিগ-এর খোঁজ করছিল, তাদের মধ্যে অন্যতম একজন রুবি লাই নামক ভদ্রমহিলা।Ruby Lai es trobava entre els molts que buscaven un Lufsig.
15৯ ডিসেম্বরে লুফসিগের জন্য সে শাটিন থেকে কাউলুন পর্যন্ত অনুসন্ধান চালায় এবং সে এ কারণে সৌভাগ্যবান যে সে চারটা খেলনা সংগ্রহ করতে সমর্থ হয়। ভদ্রমহিলা ইনমিডিয়াএইচকে.El dia 9 de desembre, va córrer des de l'Ikea de Shatin a l'Ikea de Kowloon i va tenir la sort d'aconseguir-ne quatre.
16নেট নামক সিটিজেন জার্নালিজম প্লাটফর্ম-এ এই উন্মাদনার বিষয়টি বর্ণনা করেন:Va descriure aquesta compra tan delirant [zh] a inmediahk.net, una plataforma de periodisme ciutadà:
17আমি বেলা ৩টার সময় কাউলুন বে শাখায় এসে হাজির হই এবং দ্রুত ৩-৪ তলায় গিয়ে হাজির হই, সেখানে আমি একটি লুফসিগের টিকিও দেখতে পেলাম না।Vaig arribar a l'Ikea de Kowloon a les 3 de la tarda, i vaig pujar 3 o 4 plantes però no vaig trobar cap Lufsig.
18ঘটনাক্রমে আমি খেলনা পরিপূর্ণ এলাকায় গিয়ে যা দেখতে পেলাম সেটা হচ্ছে খলি সব তাক!Al final, vaig trobar la zona dels ninots de peluix només per constatar que les prestatgeries de Lufsig eren buides!
19তার জন্য বরাদ্দ চারটে তাকের সবকটা খালি!Quatre prestatgeries senceres buides!
20আমি প্রায় ভেঙ্গে পড়লাম, যেন হঠাৎ আমার বান্ধবী আমাকে বলল যে আগামীকাল সে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছে।Gairebé em vaig desmaiar, ben bé com si la meva xicota m'hagués dit que l'endemà es casaria amb algú altre.
21আমি দেখতে পেলাম আরো কয়েকজন তরুণ ঝুড়ি নিয়ে একই রকম হতাশ চেহারায় তাকাচ্ছিল।Vaig veure altres joves que s'hi apropaven amb la mateixa cara de decepció.
22আমরা দৃষ্টি বিনিময় করলাম এবং কথা বলা শুরু করলাম: আমি: “গোল্লায় যাক, সবগুলো বিক্রি হয়ে গেছে।Ens vam mirar i vam començar a parlar: Jo: Maleït sia, està tot venut!
23আমি সাটিন থেকে ঝড়ের বেগে এখানে এসেছি!”Vinc des de Shatin!
24আহ নান: “আমি এসেছি শেয়ুং শুই থেকে!”Ah Nan: Jo des de Sheung Shui!
25আহ বাক: ” আমি অং তা সিন থেকে এসেছি… কিন্তু বিক্রয় কর্মী বলছে যে শীঘ্রই তারা নতুন খেলনা নিয়ে আসবে।”Ah Buk: I jo des de Wong Ta Sin… Però el dependent ha dit que reposaran l'article ben aviat.
26আমি আর অপেক্ষা করতে রাজী ছিলাম না এবং আমি আইকার বিক্রয় কর্মীর দিকে এগিয়ে গেলাম, যারা আমাদের দিকে এগিয়ে আসছিল।No vaig poder estar-me'n i vaig arrencar a córrer per parlar amb un venedor d'Ikea que se'ns apropava.
27আমি: “খেলনার দায়িত্বে কি আপনি আছেন?”Jo: Que és vostè l'encarregat de les joguines?
28পুরুষ বিক্রয় কর্মী: “হ্যাঁ, খেলনার স্টক বেলা চারটায় এসে পৌঁছবে”।Venedor: Sí, el carregament arribarà a les 4, podeu esperar a prop del número 42 dels carretons.
29জাপানি কার্টুন এ্যাটাক অন টাইটান -এর বিষয়ে ভিত্তি করে তৈরী করা ডিজাইন।Disseny basat en el còmic japonès «Attack on Titan».
30ছবি লুফসিগের ফেসবুকের পাতা থেকে নেওয়া।Imatge de la pàgina web de Facebook de Lufsig.
31তিনশো নতুন লুফসিগ এসে হাজির হয়, আর রুবি ও তার নতুন বন্ধুরা সৌভাগ্যবান তারা প্রত্যেক পাঁচটি লুফসিগ হাতে পায়।Van arribar 300 Lufsig, i la Ruby i els seus nous amics van tenir la sort d'aconseguir-ne cinc cadascun.
32সে বিনয়ী হয়ে তার একটা লুফসিগ এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, ৩০ মিনিট ধরে অপেক্ষার পর যাকে খালি হাতে ফিরে যেতে হচ্ছিল :A més, va tenir la generositat de vendre'n un dels seus a un home que havia estat esperant 30 minuts en va:
33সেখানে ১০০ জনের বেশী নাগরিক লাইন ধরেছিল, আর সেখানে দাঁড়ানো কয়েকজন কোন খেলনা কিনতে পারেনি কারণ লাইনে দাঁড়ানো কেউ কেউ পাঁচটার বেশী লুফসিগ কিনেছিল।Més de 100 persones feien cua i unes quantes desenes no van poder aconseguir el ninot perquè molts d'aquells que els anaven per davant en van comprar més de cinc.
34অনেকে আমাদের দিকে এগিয়ে আসে এবং জিজ্ঞেস করে আমরা যদি আমাদের একটা লুফসিগ বিক্রি করি।Alguns ens van abordar per demanar-nos que els els venguéssim.
35আমরা বললাম যে আমরা তাদের কাছে লুফসিগ বিক্রি করব, যারা ৩০ মিনিটের বেশী সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছে।Jo vaig contestar que només els vendria a aquells que feia més de mitja hora que s'hi esperaven.
36[…] ঘটনাক্রমে, আমি মি:এম-এর কাছে গেলাম যে সাটিন থেকে ছুটে এখানে এসেছে এবং ৩০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছে, আর আহ নানও লাইনে দাঁড়ানো একজনের কাছে একটা খেলনা বিক্রি করে দেয়।[…] Al final vaig vendre'n un al Sr. M que havia vingut de Shatin i que feia més de 30 minuts que s'hi esperava, i Ah Nan també en va vendre un dels seus a una persona de la cua.
37যখন আমরা আইকার দোকান ছেড়ে আসছিলাম, তখন একজন বালককে দেখলাম, যাকে দেখে মনে হচ্ছিল হাইস্কুলের ছাত্র, সে দ্রুত সামনে আগাচ্ছিল এবং জিজ্ঞেস করল আমি কি আমার একটা খেলনা বিক্রি করব কিনা, সে বলল: আমি তিন শুই ওয়েই থেকে ছুটে এসেছি”![Quan ja érem a punt de marxar de l'Ikea, un noi amb edat d'anar a l'institut em va demanar que li'n vengués un i va dir: «acabo d'arribar des de Tin Shui Wai!»
38কাউলুন বে নামক এলাকা থেকে তিন শুই ওয়েই দেড় ঘন্টার পথ]।[Tin Shui Wai és a gairebé una hora i mitja de Kowloon Bay].
39ইউয়েন চেন, সাংবাদিকতার এক প্রভাষক, তিনি হাফিংটন পোস্ট নামক সংবাদপত্রের ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লুফসিগ উন্মাদনার প্রকৃতি তার ব্লগে ব্যাখ্যা করেছে:Yuen Chan, periodista, va explicar l'origen de l'afició pels Lufsig al seu blog de la pàgina web de notícies Huffington Post:
40লুফসিগ উন্মাদনার একটা সমালোচনা রয়েছে- যারা একে দেখছে একপাল লেমিং হিসেবে যারা অন্ধভাবে সাম্প্রতিক উন্মাদনায় ভেসে গেছে অথবা তারা গণহারে একটা খেলনা কেনাকে সম্মিলিত জনতার অসুস্থতার লক্ষণ হিসেবে দেখছে।L'afició pels Lufsig té els seus crítics: aquells que veuen un ramat d'ovelles que segueixen cegament la darrera moda o les masses que compren el ninot com a símptoma d'una malaltia mental col·lectiva.
41আমি একে আরো বেশী হিসেবে দেখি, যাকে চীনের এক প্রবাদের মধ্যে দিয়ে তুলে ধরা যায় ” তিতার মাঝ থেকে মজা খুঁজে নেওয়া “Jo ho veig més com una manera que els xinesos diguin «s'ha de trobar l'alegria en la pena».
42এমন কি আমি লুফসিগের স্থুল রসিকতার দিকটাও উপভোগ করলাম, কেন আমি তাকে অবাধ্যতা হিসেবে আবিস্কার করলাম, সে বিষয়টিও খুঁজে বের করার চেষ্টা করলাম।Fins i tot tenint en compte que m'agrada l'humor negre de Lufsig, intento imaginar-me per què ho trobo subversiu.
43রুবির সাথে কথা বলার পর আমি আবিস্কার করলাম যে লুফসিগ বা লো মো সাই তার নাম যা ধারণ করে সেই বাক্যের নিন্দনীয় অংশটি এড়িয়ে যায়। দৃশ্যটি নামটি আর আক্রমণাত্মক, নারীবিদ্বেষীর অপমান-এর মত নয়, তার বদলে এটি একাত্মতা ও প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে।Va ser només després de parlar amb la Ruby que em vaig adonar que Lufsig, o Lo Mo Sai, havia superat la pròpia vulgaritat de la frase que sona igual que el seu nom. El nom ja no sembla un insult agressiu ni misogin, s'ha convertit en un símbol de solidaritat i de protesta.
44এই খেলনাটি পাওয়ার জন্য আমার আর তর সইছে না, যা দ্রুত আমাদের সমাজের এক প্রতীকে পরিণত হয়েছে।Frisso per rebre el ninot que s'ha convertit de manera tant ràpida en una icona de la nostra societat.
45আইকা সুইডেন -এর নিজস্ব ব্যাখ্যা অনুসারে, লুফসিগ নামটি এসেছে “লুফসা” শব্দটি থেকে, যা একটি ক্রিয়াপদ এবং এর মানে হচ্ছে “ভারী পায়ে চলা” বা “টেনে টেনে পা ফেলা” ।Segons l'explicació oficial d'Ikea Suècia [zh], la paraula «Lufsig» prové de la paraula sueca «lufsa», un verb que significa «caminar amb dificultat» o «coixejar».
46এতে আইজি প্রত্যয় যোগ করার পর এর অর্থ দাঁড়ায় জবর জং, মলিন বেশ এবং অগোছালো। ইনমিডিয়াএইচকে.A l'hora d'afegir-hi el sufix -ig, es converteix en un adjectiu que vol dir «maldestre», «espellifat» i «desmanegat».
47নেট-এর প্রতি প্রদান করা আইকার সাম্প্রতিক জবাবে চীনা ভাষায় অনুবাদের ক্ষেত্রে লুফসিগের দুর্ভাগ্যজনক ক্যান্টনিজ অর্থের জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে এবং তারা এর সঠিক অনুবাদ লু ফাক সাই-এ রূপান্তর করেছে।L'última resposta d'Ikea a inmediahk.net [zh] expressava el seu desgrat per la traducció desafortunada de Lufsig al cantonès i la corregia per «Lu Fuk Sai».
48কিন্তু ফেসবুকে ইনমিডিয়াএইচকে-এর নিউজ থ্রেড বা সেখানে তৈরী হওয়া আলোচনার প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছে , নেট নাগরিকরা এই নামে খুশী নয়।Però si hem de jutjar a partir de les reaccions a la notícia que va publicar inmediahk [zh] a Facebook, el nou nom no agrada als internautes.
49এই উন্মাদনার প্রতি সাড়া দিয়ে ১১ ডিসেম্বরে সিওয়াই লিয়ুং, সরকারি ওয়াবসাইটে লুফসিগের সাথে নিজের একটা ছবি পোস্ট করেছে এবং বলছে যে তার মেয়ের বড়দিনের উপহার হিসেবে তিনিও একটি লুফসিগ খেলনা কিনেছেন:En resposta a aquesta bogeria, CY Leung va publicar l'11 de desembre una foto amb Lufsig [zh] al seu lloc al govern i va dir que n'havia comprat un per regalar-lo a la seva filla per Nadal.
50লুফসিগ উন্মাদনায় সাড়া দিয়ে হংকং-এর প্রধান নির্বাহী লুফসিগের সাথে একটা ছবি তুলেছে।El cap executiu, CY Leung, es va fer una foto amb Lufsig com a resposta a la bogeria pel ninot.