# | ben | cat |
---|
1 | ‘সিরিয়া আনটোল্ড’: সিরীয় বিপ্লবের গল্প বলা | “Syria Untold”: Cròniques de la revolució síria |
2 | সিরীয় গণজাগরণের দু বছরের বেশ সময় অতিক্রান্ত হওয়ার পরেও যখন সেখানে লড়াই চলছে , সেখানে দশক পর দশক ধরে বিচ্ছিন্ন এবং নিরবতার পর নতুন এক আত্ম প্রকাশ ক্রা এবং সৃষ্টিশীল সিরিয়ার উত্থান ঘটেছে, হরতাল থেকে অবস্থান ধর্মঘট, সৃষ্টিশীল গান ও ব্যানার থেকে নাগরিকদের অজস্র বিক্ষোভ, দেশটির একনায়কের বিরুদ্ধে প্রতিদিনের প্রতিরোধ, বিশেষ করে সে সব সংবাদ যা মূল ধারার প্রচার মাধ্যমে উঠে আসে না, সেই সব সংবাদ তুলে ধরার মাধ্যমে। | Una Síria oberta i creativa ha aflorat després de dècades d'aïllament i silenci mentre la lluita continua sobre el terreny durant més de dos anys d'ençà de l'aixecament sirià. Des de vagues i segudes, passant per cançons creatives i pancartes, fins a incomptables manifestacions ciutadanes, la resistència diària contra la tirania encara no rep gairebé cobertura per part dels mitjans convencionals. |
3 | গত কয়েক মাস ধরে আমি এক ডিজিটাল মিডিয়া প্রজেক্টে, সিরিয়ার একদল সাংবাদিক, লেখক, প্রোগ্রামার এবং ডিজাইনারদের সাথে কাজ করছি, যারা সিরিয়া এবং বিদেশে বাস করে, যারা সিরীয় বিপ্লবের কাহিনী তুলে ধারার বিষয়ে মনোযোগ প্রদান করে। সিরিয়া আনটোল্ড-এর উদ্বোধনের জন্য আমরা প্রস্তুত, ১৪ মে হচ্ছে আমাদের বিশেষ সেই দিন। | Després de mesos treballant amb un grup de periodistes, escriptors, programadors i dissenyadors sirians que viuen tant a Síria com a l'estranger, vam engegar Syria Untold, un projecte centrat en explicar la història de la revolució siriana. |
4 | আমাদের প্রজেক্ট হচ্ছে কন্টেন বা লেখনী যা কিনা সোশ্যাল মিডিয়া এবং সংগৃহীত তথ্য ও মাঠ পর্যায়ের একটিভিস্টদের মৌলিক লেখার সাথে মিশিয়ে আমাদের দলের তৈরী করা লেখা। | El nostre projecte combina la recopilació d'informació de les xarxes socials i la informació que comparteixen els activistes locals amb els continguts originals que crea el nostre equip. |
5 | সিরিয়া আনটোল্ড-এর দুটি সংস্করণ রয়েছে, ইংরেজী এবং আরবি। | Hi ha dues versions, en anglès i en àrab. |
6 | আমরা মাঠ পর্যায়ের আন্দোলন, নাগরিক অবাধ্যতা, শিল্প এবং সৃষ্টিশীল কাজের মাধ্যমে গণজাগরণের কাহিনীর প্রতি মনোযোগ প্রদান করব, এই সমস্ত কণ্ঠস্বরের কাহিনী, যা কিনা সাধারণত মূল ধারার প্রচার মাধ্যমে প্রকাশ হয় না। | Ens centrem en la història de l'aixecament sirià a través de les campanyes locals, la desobediència civil, l'art i la creativitat. La història de les veus que normalment no reben atenció per part dels mitjans convencionals. |
7 | সিরিয়ায় ক্রমে সামরিক অভিযান বৃদ্ধি এবং নাগরিকদের সকল প্রকার মত প্রকাশকে দমন করার শাসকদের প্রচেষ্টার প্রেক্ষাপটেও প্রতিদিন প্রতিরোধের কাহিনী জন্ম নিচ্ছে। | La història de la resistència diària que continua, malgrat la militarització creixent sobre el terreny i els intents del règim de silenciar qualsevol forma d'expressió ciutadana. |
8 | আমরা এই সমস্ত কণ্ঠস্বরকে তুলে ধরতে এবং এই প্রেক্ষাপটকে বোঝার ক্ষেত্রে অন্যদের সাহায্য করতে চাই। | Volem donar ressò a aquestes veus i ajudar els altres a entendre-les en context. |
9 | সিরিয়ার আনটোল্ড-এর সাথে গ্লোবাল ভয়েসেস অনলাইন কাজ করবে। | Syria Untold treballa conjuntament amb Global Voices Online. |
10 | নাগরিক কন্ঠ ও মাঠ পর্যায়ের উদ্যোগের প্রতি গ্লোবাল ভয়েসেস-এর আগ্রহের কারণে সিরিয়া আনটোল্ড-এ প্রকাশিত হওয়া পোস্টগুলো গ্লোবাল ভয়েসেস-এর সম্পাদকরা সম্পাদনা করবে এবং স্বেচ্ছাসেবকেরা তা অনুবাদ করবে। | Com a part de l'interès de GV de donar ressò a les veus dels ciutadans i a les iniciatives locals, els editors de Global Voices s'encarreguen de revisar els posts de Syria Untold, mentre que els traductors voluntaris s'encarreguen de la traducció. |
11 | এই বিষয়টিকে সফল করার জন্য আমাদের সকলের সাহায্য প্রয়োজন, তাই #সিরিয়াআনটোল্ড-এর সাথে থাকুন! | Necessitem l'ajuda de tothom per fer-ho possible, així que estigueu atents a #syriauntold! |
12 | http://www.syriauntold.com/ | http://www.syriauntold.com/ |
13 | সিরিয়া আনটোল্ড সম্বন্ধে: | Sobre Syria Untold: |
14 | সিরিয়া আনটোল্ড হচ্ছে একটি স্বাধীন মিডিয়া প্রজেক্ট যা সিরিয়ার এই চলমান সংঘর্ষ এবং প্রতিরোধের বিভিন্ন কাহিনী অনুসন্ধান করছে । | Syria Untold és un mitjà de comunicació digital independent que analitza la crònica de la lluita a Síria i les diverses formes de resistència. |
15 | আমরা, সিরিয়ার একদল লেখক, সাংবাদিক, প্রোগ্রামার এবং ডিজাইনার, যারা সিরিয়া ও সিরিয়ার বাইরে বাস করি, তারা সিরীয় বিপ্লবের কাহিনী তুলে ধরার চেষ্টা করছি, যা কিনা সিরিয়ার বিভিন্ন পুরুষ ও নারী প্রতিদিন লিখে যাচ্ছে। এক দশকের নিপীড়ন এবং স্থবির হয়ে থাকার পর মাঠ পর্যায়ের লড়াই-এ নাগরিক সৃষ্টিশীলতায় নিজস্ব ব্যবস্থাপনা এবং স্বয়ং শাসন ও বিরামহীন ভাবে প্রচারণা চালিয়ে যাওয়ার মাধ্যমে নতুন এক সিরিয়ার আত্মপ্রকাশ ঘটেছে। | Som un equip d'escriptors, periodistes, programadors i dissenyadors sirians que vivim a Síria i a l'estranger que intenta donar ressò a la història de la revolució siriana que homes i dones escriuen dia rere dia. Després de dècades de repressió i paràlisi, una Síria nova i oberta ha aflorat gràcies a campanyes a nivell local, a formes emergents d'autogestió i d'autogovern i a noves manifestacions de creativitat sense fi per part dels ciutadans. |
16 | যেখানে মূল ধারার প্রচার মাধ্যমগুলো ক্রমশ অঞ্চলগত পরিপ্রেক্ষিত এবং সামরিক দিক থেকে ঘটনাবলী বিশ্লেষণ করছে, আর সিরিয়ার অভ্যন্তরীণ উন্নয়ন গতিশীলতার প্রতি কম মনোযোগ প্রদান করছে, সেখানে আমরা বিশ্বাস করি যে সিরিয়ার এই সংঘর্ষের অনেক দিক এখনো অনাবিষ্কৃত, অনেক কাহিনী যা উপেক্ষা করার মত বিষয় নয়, তা ভুলে যাওয়া হয়েছে। | Amb l'atenció creixent dels mitjans convencionals sobre els aspectes geoestratègics i militars, més que no pas sobre la dinàmica interna que s'està desenvolupant sobre el terreny, creiem que hi ha molts aspectes de la lluita siriana que no han sortit a la llum, moltes històries que ens agradaria que no s'oblidessin. |
17 | প্রতিদিনের প্রতিরোধ এবং সৃষ্টিশীলতার কাহিনীতে স্বাগতম, সিরিয়ার আনটোল্ড-এ স্বাগতম। | Benvinguts a les històries de la resistència i de la creativitat del dia a dia. Benvinguts a Syria Untold. |