Sentence alignment for gv-ben-20131110-39775.xml (html) - gv-cat-20121115-3252.xml (html)

#bencat
1তাজিকিস্তানে লেনিন: ‘সজ্জন হিটলার’ না ‘আসল নায়ক'? ১৯৯১ সালের ২১ সেপ্টেম্বরের ঘটনা।Lenin al Tadjikistan: un ‘poc millor Hitler’ o un ‘autèntic heroi'?
2মাত্র দুই সপ্তাহ আগে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে তাজিকিস্তান স্বাধীন হয়েছে। ওইদিন উত্তেজিত জনতা দুশানবে'র কেন্দ্রস্থলে লেনিনের স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলে।El 21 de setembre de 1991, menys de dues setmanes després que el Tadjikistan proclamara la seua independència de la Unió Soviètica, una multitud emprenyada enderrocava el monument a Vladimir Lenin situat al centre de Dushanbe.
3মানুষজন জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে লেনিনের প্রতীক অপসারণ করে। এদিকে কিছু রাজনীতিবিদও তাদের কমিউনিস্ট আমলের স্মৃতি থেকে অব্যাহতি পেতে এটা করে।L'eliminació d'aquest monument simbolitzava la pruïja de la intel·lectualitat nacionalista i d'alguns polítics per desfer-se'n de tot allò que poguera recordar-los el seu passat comunista.
4গৃহযুদ্ধের পরপরই মধ্য এশিয়া প্রজাতন্ত্রের অনেক বলশেভিক নেতার স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলা হয়।La guerra civil que va esclatar al poc va retardar la demolició de molts altres monuments dedicats al líder de la revolució bolxevic en la república centreasiàtica.
5২০০০ সালে তাজিকিস্তানের নেতৃত্ব যখন নতুন জাতি নির্মাণ কর্মসূচী শুরু করে, তখন সারাদেশের লেনিনের স্মৃতিস্তম্ভগুলো ভেঙ্গে ফেলা হয়।No fou fins la dècada del 2000, quan les autoritats del Tadjikistan es van embarcar en un nou projecte de construcció nacional, que els monuments de Lenin van començar a caure arreu del país.
6তাজিকিস্তানের বেশিরভাগ শহর, নগরের কেন্দ্র থেকে ‘লেনিন দাদু' মুছে যায়।‘L'avi Lenin' va desaparèixer de les places cèntriques a les principals ciutats del Tadjikistan.
7লেনিনের স্মৃতিস্তম্ভের বদলে সেখানে জায়গায় পায় ইসমাঈল সামানি‘র স্মৃতিস্তম্ভ। তিনি দশম শতাব্দীতে তাজিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।Els seus monuments van ser remplaçats per les estàtues de nova factura d'Ismaïl ibn Àhmad, un emir a qui s'atribueix la creació d'un imperi tadjik al segle desè.
8তাজিকিস্তানের বেশিরভাগ জেলা এবং শহরে লেনিনের স্মৃতিস্তম্ভের পরিবর্তে ইসমাঈল সামানি'র স্মৃতিস্তম্ভ জায়গা করে নিয়েছে।En la major part de ciutats i pobles del Tadjikistan, els monuments soviètics a Lenin foren remplaçats per estàtues d'Ismaïl Ibn Àhmad.
9সামানি'র এই স্মৃতিস্তম্ভটি দুশানবে'র সেন্ট্রাল স্কয়ারের। ১৯৯১ সালে এর ঠিক বাম পাশেই লেনিনের স্মৃতিস্তম্ভটি ছিল।Aquest monument a Ibn Àhmad s'alça a la plaça major de Dushanbe, al punt on es trobava la de Lenin, enderrocada el 1991.
10ছবি তুলেছেন আলেক্সজান্ডার সোদিকভ (২০১০)।Foto d'Alexander Sodiqov (2010).
11একজন ‘সজ্জন হিটলার'Un ‘poc millor Hitler'
12সরকার তাড়াহুড়া করে লেনিনের স্থাপত্য ভেঙ্গে ফেলায় বিষয়টি নিয়ে দেশের ব্লগারদের মধ্যে বিতর্কের সুচনা করেছে।La pressa del govern per retirar les escultures de Lenin ha provocat debats encesos entre els blocaires del país.
13স্মৃতিস্তম্ভগুলো সোভিয়েত আমলের হওয়ায় সেগুলি ভেঙ্গে ফেলা এবং ভুলে যাওয়া উচিত বলে কিছু ব্লগার যুক্তি দিয়েছেন।Alguns argumenten que els monuments del període soviètic haurien de ser destruïts i oblidats per tot el dolor i el sofriment que la conquesta bolxevic va infligir a la regió.
14কেন না এগুলো এই অঞ্চলে বলশেভিক বিজয়ের ভয়াবহ দুর্দশার কথা স্মরণ করিয়ে দেয়।
15২০১১ সালের ডিসেম্বর মাসে সাংবাদিক সেলিম আইয়ুবজুদ তার ব্লগে নতুন তাজিকিস্তানে লেনিনের স্থাপত্য'র কেন স্থান নেই সেটার ব্যাখ্যা দিয়েছেন:El desembre de 2011, el periodista Salim Aioubzod va explicar [tg] al seu bloc el perquè no hi ha lloc per a les estàtues de Lenin al nou Tadjikistan:
16১৯১৯ সালের নভেম্বর মাসে লেনিন মিখাইল ফ্রুঞ্জকে তুর্কিস্থান ফ্রন্টের কমান্ডার নিযুক্ত করে মধ্য এশিয়ায় পাঠান।El novembre de 1919, Lenin va designar Mikhail Frunze comandant del Front del Turquestan i el va enviar a Àsia Central.
17ফ্রুঞ্জকে দ্রুত নিয়োগ দিয়ে পাঠানোর কারণ ছিল “এ অঞ্চল দখল নয়, সব শত্রুকে মেরে ফেলার”।La raó [de l'expedició de Frunze] “no era conquerir el territori, sinó eliminar tots els enemics”.
18আমি বিশ্বাস করি, লেনিন এবং তার সাঙ্গপাঙ্গদের সবকিছু পুড়ে দেয়ার জন্য এই তথ্যটাই যথেষ্ট।Crec que açò és motiu més que suficient per cremar tot allò relacionat amb Lenin i la seua banda.
19তার স্থাপত্যগুলো সংগ্রহ করে ধ্বংস করা উচিত।Les seues escultures haurien de ser recollides i destruïdes.
20এই স্থাপত্যগুলো ইতিহাস নয়। ইতিহাস সেইসব দু:সহ বেদনা, যা অনেক মানুষ বহন করে চলেছে এবং সবসময় এই বেদনা বুকে পুষে রেখে যাবে।Les estàtues no són història; història és el dolor que ha turmentat tanta gent des de llavors i que sempre ho farà.
21তাজিকিস্তানে স্বাধীনতা ২১ বছর পরে লেনিনের অল্প যে কয়েকটি স্থাপত্য ছিল, তা গুঁড়িয়ে দেয়া হয়েছে।21 anys després de la independència del Tadjikistan, encara resten algunes estàtues i bustos de Lenin al país.
22এই ছবিতে উত্তর তাজিকিস্তানের ইস্তারাভসানে লেনিনের বিশাল স্থাপত্য দেখা যাচ্ছে।Aquesta foto mostra una gran escultura de Lenin a Istaravshan, al nord del Tadjikistan.
23ছবি তুলেছেন সার্গে আবাসিন (২০১২)। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Imatge per cortesia de Sergey Abashin (2012).
24ব্লগাররা লেনিনকে জার্মানির ফ্যাসিবাদী নেতা এডলফ হিটলারের সাথে তুলনা করেছেন:El blocaire també comparava [tg] Lenin amb Adolf Hitler, líder de l'Alemanya nazi:
25স্থাপত্যগুলো ঐতিহাসিক কারণে যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে জার্মানি হিটলারের সকল স্থাপত্য অপসারণ করেছে কেন?Si les escultures són importants [per raons històriques], llavors per què Alemanya va retirar totes les estàtues d'Adolf Hitler?
26হ্যাঁ, স্বীকার করি, লেনিন হিটলারের থেকে সামান্য হলেও সজ্জন। তবে যুদ্ধে এবং সন্ত্রাসের পথে মানুষ হত্যার সংখ্যায় তাদের ব্যবধান খুব সামান্যই।En efecte, Lenin era una mica millor que Hitler, tot i que no hi ha gaire diferència en el nombre de persones que van matar durant les guerres i el terror que ambdós encapçalaren.
27তাদের উভয়ের নেতৃত্বে লাখ লাখ মানুষ মারা গেছেন।Milions de persones foren les seues víctimes.
28তোজিকজামিন লেনিনের স্থাপত্য দেখে বিহ্বল হয়ে যান।Més recentment, l'1 de novembre, Tojikzamin continuava la discussió.
29তিনি দাবি করেন: আমরা ভুলবো না যে, স্থাপত্য শুধুমাত্র ইঁট-কাঠের কাঠামো নয়।Perplex per l'observació que encara poden trobar-se algunes estàtues de Lenin a escoles del país, el blocaire assegurava [tg]:
30শিক্ষার্থীরা ১১ বছর ধরে স্কুলে যাওয়া-আসার পথে লেনিনকে দেখলে তাদের পিতৃভুমিকে কোনোভাবেই ভালোবাসতে পারবে না।
31তাদের সবসময় মনে হবে, আমরা এখনো সোভিয়েতের প্রদেশ হয়েই আছি।No hauríem d'oblidar que les estàtues no són objectes innocus.
32যা পরিচালনা করছে ‘মাতৃভুমি রাশিয়া'। তারা ‘লেনিন দাদু'-কে সবসময় তাজিকিস্তানের মানুষের নেতা হিসেবে ভাববে।Els nens que veuen Lenin cada dia durant els 11 anys d'escola mai s'estimaran la seua terra natal o la seua nació.
33তারা জানতে পারবে না তাজিক জাতির প্রকৃত নায়কদের নাম।Sempre creuran que encara viuen a un estat soviètic, un estat governat per la ‘mare Rússia'.
34আমাদের স্বাধীন তাজিক প্রজাতন্ত্রে লেনিনের হাজার হাজার স্থাপত্য থাকলে সারা দুনিয়ায় আমাদের কোনো সম্মান থাকবে না।Aquests nens sempre pensaran que ‘l'avi Lenin' fou l'heroi més gran del poble tadjik i no coneixeran els herois reals de la nostra nació.
35তাজিকিস্তানের পূর্বাঞ্চলের খোরোগের সেন্ট্রাল স্কয়ারে লেনিনের এই স্থাপত্যটি দীর্ঘকাল ধরেই ছিল।El manteniment de desenes de monuments a Lenin en la nostra república independent deshonra tots els tadjiks del món.
36২০১০ সালে এটি ভেঙ্গে এখানে সামানির স্থাপত্য প্রতিস্থাপন করা হয়। ছবি তুলেছেন আলেক্সজান্ডার সোদিকভ (২০০৯)।Aquesta estàtua de Lenin va romandre molt de temps a la plaça major de Khorog, a l'est del Tadjikistan, abans de ser remplaçada el 2010 per un monument a Ibn Àhmad.
37একজন ‘আসল নায়ক'Foto d'Alexander Sodiqov (2009).
38যদিও কিছু নেটিজেন বিষয়টি অন্যভাবে দেখেছেন।Un ‘autèntic heroi' Però alguns ciberciutadans opinen de manera diferent.
39১৯৩৯-১৯৯২ সাল পর্যন্ত তাজিকিস্তানের উত্তরাঞ্চলের শহর খোজান্দ ‘লেনিনবাদ' বলে পরিচিত ছিল। এখানকার লেনিনের স্থাপত্য ভেঙ্গে ফেলার সমালোচনা করে আলেক্স সোমিন তার ব্লগে লিখেছেন:En referència a la retirada d'un monument de Lenin a Khujand, ciutat del nord del país anomenada ‘Leninobod' (la ‘Ciutat de Lenin') entre 1939 i 1992, Alexey Somin escrivia [ru] al seu bloc:
40এই স্মৃতিস্তম্ভ কি কাউকে অসুবিধায় ফেলছিল?Molesta algú aquest monument?
41এটা কি আমাদের রাষ্ট্র এবং মূল্যবোধ গড়ে তোলায় বাধা দিচ্ছিল?Ens impedeix construir un nou estat, basat en nous principis i valors?
42একটা ঐতিহাসিক স্থাপত্য হিসেবে বিবেচনা করে আমরা এটাকে কেন একটা স্মৃতিস্তম্ভের জায়গায় থাকতে দিচ্ছি না?Per què no podem simplement deixar el monument on estava i que servisca com a monument històric?
43সবচে' বাজে বিষয়টি হলো, সারাদেশ থেকে লেনিনের সব স্থাপত্য উপড়ে ফেলে সেখানে সামানি'র স্মৃতিস্তম্ভ গড়ে তোলা।El més ofensiu és que els monuments i bustos de Lenin de tot el país s'estan substituint per estàtues d'Ibn Àhmad.
44কিন্তু কেন?Per què?
45সামানি কি লেনিনের বিকল্প হওয়ার যোগ্য?Què ha fet ell per a merèixer remplaçar Lenin?
46হ্যাঁ, তিনি অনেক আগে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, যার রাষ্ট্রভাষা ছিল তাজিক।Sí, fa molt de temps va fundar un imperi on el tadjik era la llengua de l'estat.
47কিন্তু এই সাম্রাজ্যকে কখনোই ‘তাজিকিস্তান' বলা হতো না।Però el seu imperi mai es va dir ‘Tadjikistan' i es va desplomar en només 100 anys.
48মাত্র ১০০ বছরের পরেই এর অবসান হয়েছিল। এরপর থেকে তাজিকদের নিজস্ব কোনো রাষ্ট্র ছিল না।Després d'això, els tadjiks no van tenir un estat propi, van viure sota el jou dels pobles turquesos.
49তাই তাজিক এবং তাজিকিস্তানের জন্য কে বেশি করেছে?Mentre que en l'època de Lenin [els tadjiks] van aconseguir el seu propi estat.
50তাজিকিস্তানের উত্তরাঞ্চলের খোজান্দ (সাবেক লেনিনবাদ) শহরে একসময় লেনিনের অনেক স্থাপত্য ছিল।Així que qui va fer més pels tadjiks i el Tadjikistan? Una estàtua enorme de Lenin va dominar durant anys el paisatge de Khujand (abans ‘Leninobod'), al nord del Tadjikistan.
51ছবি তুলেছেন আলেক্সজান্ডার সোদিকভ (২২০৩)।Foto d'Alexander Sodiqov (2003).
52নিচের ব্লগে ডালনোবয়েসচিক মন্তব্য করেছেন:Comentant aquest post, Dalnoboyshchik va escriure:
53আমি পুরোপুরি একমত!Estic completament d'acord!
54লেনিনের স্থাপত্য যেখানেই আছে আমাদের তা সেখানেই রাখা উচিত।Les estàtues de Lenin haurien de deixar-se on estan!
55এটা আমাদের ইতিহাস এখন। এটার সম্মান করা উচিত।Aquesta és la nostra història, hauria de respectar-se.
56তারা যেখানে ইচ্ছে সেখানেই নতুন স্থাপত্য নির্মাণ করুক, কিন্তু তারা লেনিনকে ভেঙ্গে সেটা করতে পারে না।
57ইতিহাস বলবে কে প্রকৃত নায়ক। আর কে আমাদের দেশের জন্য বেশি কিছু করেছে।Que erigisquen nous monuments a qui vulguen, però no haurien de tocar Lenin.
58খোজান্দ শহরের লেনিন স্মৃতিস্তম্ভের শেষ দিন।La història mostrarà qui va ser un autèntic heroi i que va fer més pel nostre país.
59ছবি তুলেছেন এশিয়া-প্লাস।Els darrers dies de l'estàtua de Lenin a Khujand.
60অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Imatge per cortesia d'Asia-PLUS.
61কী করতে হবে?Què fer?
62স্মৃতিস্তম্ভ নিয়ে এই চলমান বিতর্কে ইতিহাস বিষয়ে তাজিক সমাজের ভিতরকার দ্বন্দ্ব এবং মূল্যবোধ উঠে এসেছে।Aquests debats en curs sobre els monuments són una petita part de les grans batalles que es lliuren al si de la societat tadjik al voltant dels valors i les interpretacions històriques.
63ইতোমধ্যে সোভিয়েত আমলের যেসব স্থাপত্য সরকারী কর্তৃপক্ষ সরিয়ে নিচ্ছে সেগুলো নিয়ে কী করা যায় সে বিষয়ে কিছু তাজিক নেটিজেন আলোচনা করেছেন:Mentrestant, alguns ciberciutadans tadjiks discuteixen també sobre què fer amb les escultures soviètiques retirades per les autoritats.
64সোমিনের ব্লগের নিচের দিকে বেপারভো প্রস্তাব করেছেন:Dessota el post de Somin, Beparvo proposava [ru]:
65লেনিনের স্থাপত্য ঐতিহাসিক এ ব্যাপারে আমি একমত।Estic d'acord que l'estàtua de Lenin és un monument històric.
66কিন্তু তার স্মৃতিস্তম্ভ দেশের প্রত্যেক শহর এবং গ্রামের কেন্দ্রস্থলে থাকতে পারে না।Però en aquest cas, no hauria de romandre en el centre de cada ciutat i cada poble del Tadjikistan.
67এগুলোর জাদুঘরে থাকতে পারে।Hauria d'estar en un museu.
68তবে এই স্থাপত্যগুলো ভাঙ্গা যাবে না।No haurien de desfer-se'n o destruir aquests monuments.
69এগুলো এখন ইতিহাস।Són història.
70এগুলোকে সতর্কতার সাথে অতিদ্রুত জাদুঘরে নিতে হবে।Haurien de ser traslladats sense fer soroll i amb cura al museu.
71তিমুর মেগ্লিয়েভ ভিন্ন একটি মতামত দিয়েছেন:Temur Mengliev sosté una opinió diferent:
72আমাদের আরো স্মার্ট হতে হবে।Hauríem de ser més intel·ligents.
73ঐতিহাসিক এবং সৌন্দর্যের দিক দিয়ে লেনিন স্থাপত্যের মূল অনেক। জাদুঘর এজন্য এটাকে নিতে পারে।Les estàtues de Lenin més importants - des d'un punt de vista històric i estètic - haurien de traslladar-se al museu.
74এছাড়া তাজিকিস্তান জুড়ে বাকি যেসব স্থাপত্য আছে, সেগুলোকে নিলামে তুলতে হবে।I la resta d'estàtues - de les quals en resten centenars al Tadjikistan - haurien de subhastar-se.
75যাদের কাছে লেনিনের মূল্য অনেক, তারা সেগুলো কিনে বাড়িতে রাখবেন।Hi ha ciutadans per als qui Lenin significa molt. Deixem-los comprar aquests monuments i col·locar-los als seus patis o datxes.
76স্বাধীনতার ২১ বছর পরেও অনেক তাজিক এখনো লেনিনকে শ্রদ্ধা করেন।Després de 21 anys d'independència, alguns tadjiks encara reverencien Lenin.
77দুশানবে শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে নতুন একটি ভবন লেনিনের শ্বেতপাথরের স্থাপত্য দিয়ে সাজানো হয়েছে।A Varzob, a uns 40 quilòmetres al nord de Dushanbe, un baix relleu en granit de Lenin decora una mansió de recent factura.
78ছবি তুলেছেন ক্রিশ্চিয়ান মার্ক ব্লুয়ার।
79অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Foto per cortesia de Christian Mark Bleuer (2012).