# | ben | cat |
---|
1 | গাইডলাইন: মাত্র ৩০ মিনিটে ই-মেইলের নিরাপত্তা নিশ্চিত করুন | Aprèn a protegir els teus e-mails en menys de mitja hora |
2 | জার্নালিজম++ ফর ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের #ইমেইলসেলফডিফেন্স তথ্যচিত্রের গাইড বই। | #EmailSelfDefense infografia de Journalism++ per a la Free Software Foundation (CC BY 4.0) |
3 | (সিসি বিওয়াই ৪. ০) ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন (এফএসএফ) গত ৩০ জুন ২০১৪-এ নতুন ব্যবহারকারীদের জন্য ইমেইল সেলফ ডিফেন্স নামের একটি তথ্যমূলক বই ৬টি ভাষায় প্রকাশ করেছে, যা দিয়ে ইমেইলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। | Email Self-Defense és una guia per a principiants sobre l'encriptació d'e-mails que la Free Software Foundation (FSF) va llançar en sis noves llengües [fr, de, jp, ru, pt i tr] el 30 de juny de 2014. |
4 | ভাষাগুলো হলো ফরাসি, ডাচ, জাপানিজ, রাশিয়ান, পতুর্গিজ এবং তুর্কি। | |
5 | আরো কিছু ভাষায় অনুবাদের প্রক্রিয়া চলছে। | Pròximament apareixerà en més llengües. |
6 | কারো সাথে ইমেইলে যোগাযোগের সময় কোনো কিছু লুকাতে না চাইলেও এই এনক্রিপশন আপনার ইমেইলের নিরাপত্তা যেমন নিশ্চিত করবে। | Fins i tot si no tens res a amagar, fer servir l'encriptació t'ajuda a protegir la intimitat de la gent amb qui et comuniques i dificulta la tasca dels sistemes de vigilància en massa. |
7 | তেমনি যারা আপনার ওপর নজরদারি করতে চাইছে তাদের জীবন কঠিন করে তুলবে। আর আপনি যদি কোনো কিছু লুকাতে চান তাহলে বন্ধুর মতো সহযোগিতা করবে। | Si tens alguna cosa important a amagar, estàs en bona companyia; aquestes són les mateixes eines amb què Edward Snowden va compartir els seus famosos secrets sobre l'NSA. |
8 | এডওয়ার্ড স্নোডেনও এটি ব্যবহার করতেন। | El bot Edward ajuda els usuaris d'Email Self-Defense a provar els sistemes d'encriptació. |
9 | এটি ব্যবহার করেই তিনি মার্কিন নিরাপত্তা সংস্থা'র (এনএসএ) গোপনীয় ব্যাপার-স্যাপার শেয়ার করেছেন। এডওয়ার্ড নামের এই ইমেইল বুট দিয়ে ইমেইল সেলফ-ডিফেন্স ব্যবহারকারীরা তাদের নতুন এনক্রিপশন সিস্টেম পরীক্ষা করতে পারবেন। | La guia de FSF es va presentar originàriament en la campanya Reset The Net el 5 de juny de 2014, una jornada mundial d'acció contra la vigilància en massa en ocasió del primer aniversari de les revelacions d'Edward Snowden sobre la maquinària d'espionatge mundial i indiscriminat de l'Agència de Seguretat dels EUA (NSA). |
10 | গত ৫ জুন ২০১৪-এ “রিসেট দ্য নেট” প্রচারণার অংশ হিসেবে এফএসএফ-এর এই গাইড বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। | |
11 | উল্লেখ্য, ওইদিন অনলাইনে বিশ্ব নজরদারী বিরোধী দিবস ছিল। | “Email Self-Defense és únicament una peça important de la solució a la vigilància en massa”, comenta FSF: |
12 | একই সঙ্গে এডওয়ার্ড স্নোডেনের মার্কিন নিরাপত্তা সংস্থার এনএসএ'র গোয়েন্দা নজরদারি ফাঁস করে দেয়ার বর্ষপূর্তির দিনও। | Al mateix temps que aprenem a fer servir eines d'encriptació, també cal fer pressió política per a dominar la vigilància, construir una internet més segura i forçar els governs i les empreses a reduir la quantitat de dades que apleguen de nosaltres. |
13 | এফএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, নজরদারি ঠেকাতে ইমেইল সেলফ-ডিফেন্স হলো একমাত্র সমাধান: | Esperem que les versions traduïdes d'Email Self-Defense serveixin de porta d'entrada a aquest moviment heterogeni de persones a tot el món. |
14 | ইমেইল যোগাযোগের সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে ইমেইল এনক্রিপশন ব্যবস্থা সম্পর্কে জানার পাশাপাশি নিরাপদ ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলতে রাজনৈতিক ভাবেই নজরদারি বন্ধ করতে চাপ দিতে হবে। | |
15 | তাছাড়া আমরা যেসব কোম্পানির সেবা ব্যবহার করি তাদের কাছ থেকে তথ্য না নেয়, সে ব্যাপারেও সরকারের ওপরে চাপ প্রয়োগ করা দরকার। | |
16 | আমরা আশা করি, ইমেইল সেলফ-ডিফেন্স অনুবাদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে এটি একটি বহুমাত্রিক আন্দোলনে রূপ নিবে। | |