# | ben | cat |
---|
1 | জাপানে গ্রীষ্মের আতশবাজি উৎসব | Al Japó, l'estiu és l'estació dels focs d'artifici |
2 | ২০১৩ সালে কোবে-তে অনুষ্ঠিত “ফ্লোটিং ফায়ারওয়ার্ক ফেস্টিভ্যাল”-এর আতশবাজি। | |
3 | ফ্লিকার ব্যবহারকারী জিয়াওজুন ডেং-এর সৌজন্যে ছবিটি পাওয়া। | 花火 (Focs d'artifici) del Festival de Focs Artificials Flotants en 2013 a Kobe. |
4 | সিসি বিওয়াই ২. | Foto cortesia de l'usuari de Flickr Xiaojun Deng. |
5 | ০ লাইসেন্সের আওতায় ব্যবহার করা হয়েছে। | Imatge amb llicència CC BY 2.0. |
6 | জুলাই ও আগস্ট মাস গরমকাল হিসেবে পরিচিত। | |
7 | ছাত্র-ছাত্রীরা এ সময়ে গ্রীষ্মের ছুটি পান। ছুটি কাটাতে তারা পৈত্রিক বাড়িতে চলে যান। | Els calorosos mesos de juliol i agost signifiquen vacances d'estiu per als estudiants, enfeinats viatges de retorn a la llar dels avantpassats per a les famílies i una gran quantitat de festivals per tot el Japó. |
8 | এ সময়ে পুরো জাপান জুড়েই বিপুল উৎসব শুরু হয়ে যায়। | Els focs d'artifici són un esdeveniment molt esperat per part de tots durant els mesos d'estiu. |
9 | গ্রীষ্মের এই সময়ে সবচে' বেশি দেখা যায় আতশবাজি। পুরো জাপান জুড়েই আতশবাজি উৎসবের আয়োজন করা হয়। | Aquests espectacles pirotècnics solen concentrar grans masses de gent procedent de tot el país, i normalment tenen una duració d'almenys una hora. |
10 | কোনো কোনো উৎসব একঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। কখনো কখনো আতশবাজি উৎসবে প্রতিযোগিতার আয়োজনও থাকে। | Els festivals de focs artificials també suposen una oportunitat per a què artesans amb grans habilitats competisquen i vegen quin equip és capaç de crear l'espectacle més elaborat. |
11 | তখন শিল্পীরা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। | |
12 | A photo posted by Fujio Kojima (@fujiwo) on Jul 31, 2015 at 7:08pm PDT | A photo posted by Fujio Kojima (@fujiwo) on Jul 31, 2015 at 7:08pm PDT |
13 | ফুকাই এলাকায় আতশবাজি উৎসব। | Focs d'artifici a la prefectura de Fukui. |
14 | (১ আগস্ট ২০১৫)। | (1 d'agost del 2015) |
15 | A photo posted by Fujio Kojima (@fujiwo) on Jul 31, 2015 at 4:55am PDT | A photo posted by Fujio Kojima (@fujiwo) on Jul 31, 2015 at 4:55am PDT |
16 | পরিবারের সবাই মিলে আতশবাজি প্রদর্শনী দেখতে গিয়েছিলাম। | Hem anat la família a vore l'espectacle de focs artificials. |
17 | (১ আগস্ট ২০১৫) | (1 d'agost del 2015) |
18 | আপনি যদি জাপানের আতশবাজি উৎসবের ইতিহাস নিয়ে একটু খোঁজ-খবর নেন, তাহলে আশ্চর্য হয়ে যাবেন! | |
19 | এটির শুরু ১৬শ' শতকে, ইউরোপিয়ানদের হাতে। | Sorprenentment hi ha hagut poca investigació relacionada amb la pirotècnica al Japó. |
20 | তারাই জাপানিদের আগ্নেয়াস্ত্রের ব্যবহার শিখিয়েছিল। | Diuen que aquesta pràctica data del segle XVI i de la introducció de les armes de foc al país nipó per part dels europeus. |
21 | এডো-হিরোশিজের সুমিদা নদীর রিয়োগোকু সেতুতে আতশবাজি উৎসব। | Focs artificials al pont de Ryogoku, riu Sumida a Edo - Hiroshige. Font: Wikimedia Commons. |
22 | উইকিমিডিয়া কমন্স থেকে ছবিটি নেয়া হয়েছে। কিছু গবেষক অবশ্য বলছেন, জাপানে ব্যাপক আতশবাজির প্রচলন ঘটেছিল ১৭শ' শতকে, এডো-তে (বর্তমান টোকিও)। | Alguns investigadors suggereixen que la pràctica actual de realitzar grans espectacles pirotècnics al Japó es remunta a una cerimònia commemorativa del segle XVII a Edo (Tokyo en l'actualitat) per a rendir homenatge a víctimes del brot de fam i còlera. |
23 | সে সময়ে দুর্ভিক্ষ এবং কলেরা আক্রান্তদের স্মরণে এটি অনুষ্ঠিত হতো। এমনিতে গ্রীষ্মকাল জাপানে আনন্দের সময় হিসেবে পরিচিত। | De fet, així com els mesos d'estiu al Japó són per a divertir-se als festivals i les platges, els espectacles pirotècnics solen celebrar-se durant i molt prop de l'Obon, un moment a mitjan agost en el qual moltes famílies nipones recorden als que ja no estan. |
24 | তখন নানা ধরনের উৎসবের আয়োজন হয়। কিছু কিছু আয়োজন অনুষ্ঠিত হয় সমুদ্র সৈকতে। | De vegades els espectacles de focs d'artifici s'inclouen com a part de les cerimònies Obon. |
25 | আতশবাজি উৎসবও অনুষ্ঠিত হয়। তবে এটা সাধারণত ও-বোন এর সময়ে অথবা কাছাকাছি সময়ে আয়োজন করা হয়ে থাকে। | A aquest vídeo, com a part d'una cerimònia Obon a mitjan agost, els participants es preparen per al toro-nagashi (灯籠流し), on es llancen fanals de paper al riu. |
26 | এ সময়ে অনেক জাপানি পরিবার মৃতদের স্মরণ করে। | Diuen que els fanals guien els esperits dels morts perquè tornen al món inferior. |
27 | অনেক সময় ও-বোন অনুষ্ঠানের অংশ হিসেবেই আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে। | |
28 | নিচের ভিডিওতে মধ্য আগস্টে অনুষ্ঠিত ও-বোন অনুষ্ঠানের কিছু অংশ দেখা যাচ্ছে, যেখানে অংশগ্রহণকারীরা তোরো নাগাশি'র জন্য প্রস্তুতি নিচ্ছেন। | |
29 | এতে কাগজের প্রদীপ বানিয়ে নদীর স্রোতের ভাসিয়ে দেয়া হয়। | |
30 | এই প্রদীপগুলোকে মৃত আত্মার গাইড বলা হয়। | Els participants solen recordar els seus avantpassats durant la cerimònia. |
31 | এরা মর্ত্যলোকে আত্মার পথ-প্রদর্শকের ভূমিকা নিবে। | |
32 | এই আয়োজনে অংশগ্রহণের মধ্যে দিয়ে জাপানিরা যেন পরিবারের পূর্বপুরুষদের কাছে চলে যায়। | |
33 | তবে সবসময় যে আগস্টের ও-বোন এর ছুটিতে আতশবাজির আয়োজন করা হয়, তা কিন্তু নয়। জাপানে জুলাই-আগস্ট মাস জুড়েই আতশবাজি উৎসব হয়ে থাকে। | No obstant això, els festivals de focs d'artifici al Japó tenen lloc durant els mesos de juliol i agost, i no sempre es redueixen a la festivitat de l'Obon d'agost. |
34 | ওসাকার তন্দাবায়াশির আতশবাজি উৎসবের পিএলএ শিল্পকর্ম। | Festival d'Art de Focs d'Artifici PLA, Tondabayashi, Osaka. |
35 | জাপানের কিছু কিছু অংশে “ফায়ার উৎসব” অনুষ্ঠিত হয়, যা আসলেই বিস্ময়কর। | |
36 | যেমন উত্তর কিয়োটো থেকে দু'ঘণ্টার দূরে সমুদ্র উপকুলে বাস করা ওআই (Oi) সম্প্রদায়ের কথা উল্লেখ করা যায়। | |
37 | তারা প্রতি বছর আগস্ট মাসে এই উৎসবের আয়োজন করে থাকে। | En altres parts del Japó també se celebren magnífics «festivals del foc». |
38 | উৎসবে তারা পেল্লাই সাইজের কাঠের মশাল তৈরি করে। সেখান থেকে যে আলোকচ্ছটা বের হয়, তা দেখতে সত্যিই মনোমুগ্ধকর। | La xicoteta comunitat costera d'Oi, a unes dues hores al nord de Kyoto, du a terme cada any en agost un esdeveniment que consisteix en enormes torxes de fusta enceses i que creen figures espectaculars |
39 | ও-বোনের ছুটিতে পরিবারের সবাই মিলে আতশবাজি উৎসব দেখার একটা ঝোঁক দেখা যায়। | La festa de l'Obon i el fet d'acudir a vore els focs d'artifici s'han convertit en un assumpte de família. |
40 | মৃত আত্মাদের জন্য আয়োজিত ও-বোন উৎসবে অংশ নিতে পরিবারের সবাই পৈত্রিক ভিটায় ফিরে আসেন। | |
41 | পরিবারের সবার একত্রিত হওয়ার সময়ও গ্রীষ্মকাল। | Les famílies tornen als pobles dels avantpassats per contemplar el festival de l'Obon en honor als morts. |
42 | আর তখন পরিবারের সবাই মিলে আতশবাজি দেখা স্মৃতির মণিকোঠায় একটা উল্লেখযোগ্য সঞ্চয় হয়ে থাকে। | L'estiu és un període d'unió per a les famílies, i vore els focs d'artifici en conjunt sol convertir-se en un preat record de família. |
43 | A photo posted by Eri Hirakawa (@eringiccho) on Aug 1, 2015 at 10:39am PDT | A photo posted by Eri Hirakawa (@eringiccho) on Aug 1, 2015 at 10:39am PDT |
44 | * #長良川#花火#祭り#花#浴衣#夏#岐阜#fireworks#flowers#summer#festival#yukata#gifu#japan | * #長良川#花火#祭り#花#浴衣#夏#岐阜#fireworks#flowers#summer#festival#yukata#gifu#japan |
45 | A photo posted by @marronkana1226 on Aug 1, 2015 at 10:41am PDT | A photo posted by @marronkana1226 on Aug 1, 2015 at 10:41am PDT |