# | ben | cat |
---|
1 | খসড়া এক সংবিধান তৈরীতে সংসদকে চাপ প্রদানের জন্য নেপালে চেয়ার ভাঙ্গা চ্যালেঞ্জ | Al Nepal, el hashtag #smashchairchallenge pressiona per tenir un esborrany de Constitució |
2 | স্ক্রিনশট টুইটার থেকে নেওয়া। | Screenshot from Twitter. |
3 | নাগরিকরা চেয়ার ছুঁড়ে মারছে এমন ছবিতে নেপালি টুইটার জগৎ ভরে গেছে। | Tots els enllaços porten a pàgines en anglès. |
4 | এর জন্য নেপালের এক সংসদ অধিবেশনের একটি বিখ্যাত ঘটনাকে ধন্যবাদ, যে অধিবেশনে সংসদের মাওবাদী সদস্যরা তাদের চেয়ার ছুঁড়ে মেরেছিল। | L'esfera de Twitter al Nepal està plena d'imatges de gent llançant cadires. |
5 | | Després del lamentable incident a l'Assemblea Constituent, on legisladors maoístes varen destroçar algunes cadires, els usuaris de Twitter del Nepal han posat en marxa l'#SmashChairChallenge (#RepteDestrossaCadires), una sàtira digital per pressionar els membres de l'Assemblea Constituent perquè elaboren d'una vegada l'esborrany de Constitució. |
6 | নেপালের টুইটার ব্যবহারকারীরা চেয়ার আছড়ে ভেঙ্গে ফেল (#স্মাশচেয়ারচ্যালেঞ্জ) নামক চ্যালেঞ্জ শুরু করেছে, অনলাইনের এক ব্যাঙ্গাত্মক আন্দোলন, যার উদ্দেশ্য হচ্ছে সংসদ সদস্যরা যাতে এক খসড়া সংবিধান তৈরী করে জন্য চাপ প্রয়োগ করা। | El Nepal està governat per una Constitució provisional, promulgada al gener de 2007. En principi, la nova constitució havia de ser aprovada de manera oficial el maig de 2010, però l'Assemblea Constituent va ajornar la data límit en diverses ocasions, degut al gran desacord entre partits polítics. |
7 | | El maig de 2012, el primer ministre Baburam Bhattarai va dissoldre l'Assemblea Constituent elegida -que no havia estat capaç d'acabar la Constitució- i amb açò va posar fi a quatre anys de treball. |
8 | নেপাল বর্তমানে এক অন্তবর্তীকালীন সংবিধান দ্বারা পরিচালিত হচ্ছে, যা গ্রহণ করা হয়েছিল ২০০৭ সালের জানুয়ারি মাসে। | El país va quedar aleshores en una situació de buit legal. |
9 | মে ২০১০-এ, আনুষ্ঠানিকভাবে নতুন সংবিধান প্রণয়নের তারিখ ঘোষণা করা হয়, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিষয় নিয়ে মতানৈক্য থাকায় সংসদ, বেশ কয়েকবার সংবিধান প্রণয়নের নির্ধারিত তারিখের পরিবর্তন ঘটায়। | El 19 de novembre de 2013 es van celebrar les eleccions per a una nova Assemblea Constituent, i els líders polítics es varen comprometre a redactar una nova constitució en el termini d'un any. |
10 | মে ২০১২-এ, প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই সংবিধান তৈরীতে ব্যর্থ হওয়ার কারণে দেশটির সাংবিধানিক সংসদ ভেঙ্গে দেয়, যার ফলে চার বছর ধরে সংবিধান রচনার ইতি ঘটে এবং কার্যত দেশটিকে আইনগত শূন্যতার সৃষ্টি হয়। | La data llímit era el 22 de gener, però dos dies abans va esclatar el conflicte a l'Assemblea nepalesa, on legisladors maoistes i madhesi s'enfrontaren amb els membres del partit governant. |
11 | ১৯ নভেম্বর ২০১৩ সালে দেশটিতে দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং রাজনৈতিক নেতারা এক বছরের মধ্যে একটি খসড়া সংবিধান রচনার প্রতিশ্রুতি প্রদান করে। | Els usuaris nepalesos de Twitter, que ja n'havien vist prou, de baralles, varen decidir prendre cartes en l'assumpte. |
12 | সাম্প্রতিক তম সংবিধান রচনার শেষ সময় ছিল ২২ জানুয়ারি- কিন্তু ২০ জানুয়ারি তারিখে নেপালের সংসদে এক সংঘর্ষ সংঘঠিত হয় যেখানে মাওবাদী ও মাধোশী সংসদেরা মিলে শাসক দলের সদস্যদের সাথে এক হাতাহাতিতে জড়িয়ে পড়ে। | Brazesh Khanal, autor, columnista i guionista, va tuitejar: A partir de les 10.45 del matí, comença el pla de pujar fotos amb l'etiqueta #SmashChairChallange. |
13 | নেপালের টুইটার ব্যবহারকারীরা যথেষ্ট পরিমাণ এই ধরনের ঝগড়া দেখেছে এবং এই বিষয়ে নিজেরাই কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। | Cal que participem tots, ves preparant la teua foto. |
14 | ব্রজেশ খানাল এক লেখক, প্রাবন্ধিক এবং চিত্রনাট্যকার, তিনি তার এই টুইটটি লিখেছেন: | Després de pujar una foto seua llançant una cadira, va reptar els seus seguidors a fer el mateix. |
15 | সকাল ১০. | #SmashChairChallange #DraftConstitution. |
16 | ৪৫ মিনিটে #স্ম্যাশচেয়ারচ্যালেঞ্জ হ্যাশট্যাগে ছবি আপলোড করার পরিকল্পনা করা হয়েছে। | I challange @YunaBaral @smadixit @bhaskargyawali @SomeshVerma @aakarpost - braZesh khanal (@brazeshk) January 23, 2015 |
17 | সকলকে এতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে। | #SmashChairChallange #DraftConstitution. |
18 | আপনার ছবি নিয়ে আপনি তৈরী থাকুন। | Repte @YunaBaral @smadixit @bhaskargyawali @SomeshVerma @aakarpost |
19 | খানাল নিজে এক চেয়ার আছড়ে ভাঙ্গছে এমন এক ছবি আপলোড করার পর সে তার নিজের টুইটার অনুসরণকারীদের এই কাজটি করার চ্যালেঞ্জ জানিয়েছে: | La gent va acceptar el repte fins al punt de fer-se viral a Twitter. Navin Khatiwada, periodista del diari anglès Republica, va tuitejar: |
20 | খসড়া সংবিধান রচনার দাবীতে আমি ইউনা বরালা, সামা দীক্ষিত, ভাস্করগয়াওয়ালি, সোমেশ ভার্মা এবং এএককারপোস্ট টুইটার একাউন্টকে চেয়ার আছড়ে ভাঙ্গার চ্যালেঞ্জ জানাচ্ছি। | #SmashChairChallange I have accepted it. Now your turn @yopeshp @niraj_1974 @iBshnu @sigdelumesh pic.twitter.com/6jRFjzYwmc |
21 | নাগরিকরা তার এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে, বিশেষ করে টুইটারে এটি দারুণভাবে ছড়িয়ে পড়ে। | - Navin Khatiwada (@NavinKhatiwada) January 23, 2015 #SmashChairChallange jo ja l'he acceptat. |
22 | নবীন কাঠিওয়াড়া, যিনি রিপাবলিকা নামক একটি ইংরেজি দৈনিকের সাংবাদিক, তিনি টুইট করেছেন: | Ara és el vostre torn! @yopeshp @niraj_1974 @iBshnu @sigdelumesh pic.twitter.com/6jRFjzYwmc |
23 | আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আর এখন ইয়োপশপ, নিরাজ _১৯৭৪, আইবিষ্ণু, সিগডেলুমেশ টুইটার একাউন্টের পালা। | Narayan Wagle, cèlebre autor i periodista, va mostrar la seva solidaritat amb la campanya. |
24 | নারায়ন ওয়াগলে, এক প্রতিথযশা লেখক এবং সাংবাদিক, তিনি এই সোশ্যাল মিডিয়া আন্দোলনের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন, সাংবাদিক গিরিশ গিরি টুইট করেছে: | El periodista Girish Giri va tuitejar: @narayanwagle Narayan Wagle es solidaritza amb l'#SmashChairChallenge pic.twitter.com/QSJjci30Tr |
25 | | Mentre que alguns seguidors de les xarxes socials estan ocupats pujant fotos destrossant cadires, hi ha qui pensa que en lloc de trencar cadires de manera simbòlica, caldria “destrossar” els líders. |
26 | চেয়ার আছড়ে ভাঙ্গ নামক আন্দোলনের প্রতি নারায়ন ওয়াগলের সমর্থন। | Umesh Upadhayaya, desenvolupador de software, va tuitejar: |
27 | এদিকে যখন স্যোশাল মিডিয়ার অনেক অনুসরণকারী তাদের নিজেদের চেয়ার ছুঁড়ে মারার ছবি পোস্টে ব্যস্ত ছিল, তখন অনেকে মনে করছে যে প্রতীকী অর্থে চেয়ারের বদলে নেতাদের ছুঁড়ে মারা উচিত। | #SmashChairChallange Is an option 2 invoke some minds but until we don't #SmashNetas, there won't be any #DraftConstitution or prosperity. |
28 | উমেশ উপাধ্যায় এক সফটওয়্যার ডেভলাপার, তিনি টুইট করেছেন: | - Umesh Upadhayaya (@UmeshUpadhayaya) January 23, 2015 |
29 | চেয়ার আছড়ে ভাঙ্গা কারো মনের জগতে নাড়া দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় এক উপায়, কিন্তু যতক্ষণ না আমরা আমাদের নেতাদের তুলে আছাড় মারব, ততক্ষণ পর্যন্ত খসড়া সংবিধান পাওয়া যাবে না, কিংবা দেশে সমৃদ্ধ আসবে না। | El #SmashChairChallange és un primer pas cap al canvi, però fins que no #SmashNetas (#Destrossemlaclassepolítica) no hi hi haurà ni #DraftConstitution (#Esborranydeconstitució) ni prosperitat. |
30 | রিপাবলিকার সাংবাদিক রুদ্র পানজেনিয়ার মত কেউ কেউ এমনকি রাস্তায় বিক্ষোভকারী নাগরিকদের ধরে এভাবে তুলে আছাড় মারতে ইচ্ছুক: | Alguns, com Rudra Pangeni, periodista del periòdic Republica, estigueren fins i tot a favor de “destrossar” la gent que protestava a les carreteres: |
31 | চেয়ার তুলে আছাড় মারার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই, তার তার বদলে যারা রাস্তায় বিক্ষোভ করে এবং এমনকি বেলা তিনটার সময় রাস্তা বন্ধ করে রাখে তাদের তুলে আছাড় মারতে চাই। | I am not for #SmashChairChallange, but for #SmashPeopleChallange who are protesting in the road and blocking road even today ‘tinka baje' - Rudra Pangeni (@rudrapangeni) January 23, 2015 |
32 | সংসদে ভাঙচুর করা এবং হামলা চালানো, সেখানকার আসবাব ধ্বংস করার ঘটনা, একই সাথে জাতীয় এবং আন্তর্জাতিক প্রচার মাধ্যমে দারুণ জনপ্রিয় হয়েছে;নেট নাগরিকরা এই বিষয়ে একমত যে সংসদ সদস্যদের আচরণ দেশটির জন্য দারুণ বিব্রতকর। | No estic a favor de l'#SmashChairChallanges, sinó de l'#SmashPeopleChallange (#RepteDestrossaGent) que protestan a les carreteres i bloqueja la circulació fins i tot hui ‘tinka baje' |
33 | | El vandalisme i els atacs a l'Assemblea destrossant mobles estigueren en el punt de mira tant dels mitjans de comunicació nacionals com estrangers; els internautes es varen mostrar d'acord amb que el seu comportament donava una imatge vergonyosa del país. |
34 | শঙ্কর দাহাল টুইট করেছে: | Shankar Dahal va tuitejar: |
35 | এই হচ্ছে আমাদের আইন প্রণেতা, যারা আজ আমাদের সংসদে ভাঙচুর চালিয়েছে। | These are our lawmakers, who vandalized CA this morning. #nepal |
36 | কিনার টিমিলিসিনা এক সঙ্গীত অনুরাগী, সে টুইট করেছে: | - Shankar Dahal (@Dahal_Shankar) January 20, 2015 |
37 | | Aquestos són els nostres legisladors, els que han comès actes de vandalisme aquest matí a l'AC #Nepal |
38 | স্বল্প সময়ে বিশ্ব বিখ্যাত হয়ে যাওয়া… | Kinar Timilsina, amant de la música, va tuitejar: |
39 | আজ সংসদ সচিব এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে উল্লেখ করা হয়েছে এই ভাঙচুরের ফলে ক্ষয় ক্ষতির পরিমাণ তিন মিলিয়ন নেপালি রূপি (১ ডলার= ৯৮. | World Famous in short period of time… #canepal #Nepal #smashchairchallenge - Kinar Timilsina (@Kinar2049) January 24, 2015 |
40 | ৪৬ নেপালি রূপি)। | Famosos mundialment en poc temps… #acnepal #Nepal #reptetrencacadires |
41 | তবে এখনো এই বিষয়টি নির্ধারণ করা হয়নি যে সংসদ সদস্যদের বরখাস্ত করা হবে নাকি তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে, এদিকে নেপালের স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা চেয়ার আছড়ে ভাঙ্গ চ্যালেঞ্জ সমর্থনে ব্যস্ত রয়েছে। | La secretaria de l'Assemblea Constituent ha emès un comunicat de prensa on valora els desperfectes causats pel vandalisme en tres milions de rupies nepaleses (1 euro són 111,59 rupies nepaleses). |
42 | | Mentre decideixen si destituir els membres de l'Assemblea o obligar-los a pagar els danys causats, els usuaris continuen donant suport al #SmashChairChallange. |
43 | এক স্যোশাল মিডিয়া অনুসারী টুইট করেছে: | Un d'ells va tuitejar: |
44 | মনে হচ্ছে যতক্ষণ না একটা চেয়ার তুলে আছাড় মেরে তা ভাঙ্গার ছবি পোস্ট করছি, ততক্ষণ পর্যন্ত আমি সমাজে অন্তর্ভুক্ত হতে পারছি না। | Pareix que no seré part de la societat fins que no alçe una cadira i puje la foto amb l'etiqueta #SmashChairChallange |