# | ben | cat |
---|
1 | স্পেন: উচ্চ আদালতে কাতালান প্রবর্তন বাতিলে বিতর্ক উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে বার্সেলোনাতে বিক্ষোভ। | Espanya: Polèmica per una sentència del Tribunal Suprem que anul·la la immersió lingüística en català |
2 | ছবি আপলোড করেছেন টুইটার ব্যবহারকারী @হর্দিবোররাস | Protesta a Barcelona contra la sentència del Suprem. Font: @jordiborras |
3 | উল্লেখ্য: এই নিবন্ধে হ্যাশট্যাগ #সোমেস্কোলা এবং #এএনক্যাট উল্লেখ করা হয়েছে। #সোমেস্কোলা'কে #আমরাস্কুল অনুবাদ করা হয়েছে এবং স্পেন থেকে কাতালানদের স্বাধীনতা সমর্থন করা টুইটগুলোর জন্যে #এএনক্যাট ব্যবহার করা হয়েছে। | El debat sobre la llengua catalana ha tornat a encendre les xarxes socials després de fer-se pública la sentència del Tribunal Suprem espanyol que anul·la la immersió lingüística en català al segon cicle d'educació infantil, és a dir, per a escolars de 3 a 6 anys. |
4 | তিন থেকে ছয় বছর বয়েসী শিশুদের জন্যে ভাষাবিদ্যা প্রবর্তনকে বাতিল করে স্প্যানিশ উচ্চ আদালতের সাম্প্রতিকতম রায়ের [কাতালান] পর আরো একবার ক্যাটালোনিয়া সংক্রান্ত বিতর্ক প্রচণ্ডভাবে ব্লগ মণ্ডল দখল করেছে। | La immersió lingüística ha estat el model amb què a Catalunya s'ha garantit durant els últims anys el coneixement de la llengua catalana entre alumnes que poden ser parlants d'altres llengües. |
5 | অন্যান্য ভাষার মাতৃভাষীদের কাতালান ভাষায় দক্ষতা নিশ্চিতকরণের জন্যে ভাষাবিদ্যা প্রবর্তন একটি শিক্ষামূলক মডেল। | |
6 | কিছু কিছু অনলাইন মন্তব্যে বিভিন্ন ক্ষেত্রের কাতালোনীয় নাগরিকদের মধ্যে দৃঢ় মনোভাব প্রতিভাত হয়েছে যে কাতালান ভাষার উপর স্প্যানিশ সরকারের ধারাবাহিক আক্রমণের সর্বশেষটি হলো এই রায় যা ভোটারদের মধ্যে বিচ্ছিন্নতার প্রতি সমর্থন বৃদ্ধিতে যুক্তিসঙ্গতভাবেই অবদান রাখছে। | Comentaris a la blocosfera catalana subratllen la idea que, allò que per amplis sectors de Catalunya es considera com un nou atac contra el català, fa créixer el sentiment independentista entre la ciutadania. |
7 | কিয়েরবোশ্চ তার ব্লগ এল মন্টে [কাতালান] বলেছেন যে উচ্চ আদালতের রায়টি স্বাধীনতার সম্ভাবনাকে ঘনীভূত করা আর বেশি কিছু করবে না: | Querbosch, al seu blog El Mont, afirma que la nova sentència no fa més que aproximar la possibilitat d'un Estat català: |
8 | যতই তারা কাতালান নিষেধের দিকে এগিয়ে, ততই আমরা একটা কাতালান রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে পারবো। | Així que ja poden començar a prohibir el Català, que així començarem més aviat a costruir l'Estat català. |
9 | এছাড়াও র্যামোন ফাররে মামলাটি সম্পর্কে তার ব্লগ কোকা কোকা দা রিকাপ্তেতে [কাতালান] লিখেছেন: | Un altre blocaire, Ramon Farré, també escriu sobre l'assumpte al seu bloc, Coca de recapte: |
10 | আরো একবার উচ্চ আদালত কাতালান ভাষার বিরুদ্ধে রায় দিয়েছে। | Altre cop el Suprem torna a sentenciar en contra del català. |
11 | এটা মোটেই সূক্ষ (রায়) নয়। | Així de clar. Sense subterfugis. |
12 | এই মাত্র অন্য ঘা থেকে নিয়মিতভাবে স্কুলে এবং বিপরীতক্রমে সমাজে ভাষা ব্যবহারের প্রতি আরো একটি আঘাত মাত্র। | La sentència afegeix una nova càrrega a l'ús normal del català a l'aula. I de l'aula, a la societat. |
13 | ব্লগগুলো ছাড়াও আদালতের সিদ্ধান্তটি ক্যাটালোনিয়ার স্কুলগুলোতে ভাষাটির ব্যবহার সুরক্ষার জন্যে টুইটারে নতুন একটি হ্যাশট্যাগ #সোমেস্কোলা'র (#আমরাস্কুল) মাধ্যমে আবেগের উচ্ছ্বাসের একটি পথ তৈরী করেছে: | Més enllà dels blocs, la sentència també ha generat un gran nombre de comentaris a Twitter sota l'etiqueta #somescola, mitjançant la qual es defensa el rol del català com a llengua vehicular als centres escolars de Catalunya. |
14 | @পেরলাগারোৎক্সা ভুলে যাবেন না যে কাতালানে স্কুল সুরক্ষার জন্যে #সোমেএস্কোলা'র এর চারপাশে শিক্ষাবিদেরা সংগঠিত হয়েছেন। | Aquí en presentem una breu selecció: @PerLaGarrotxa Recordem que la comunitat educativa està organitzada entorn a #SomEscola per defensar l'escola catalana. |
15 | আরো তথ্য পেতে: http://www.somescola.cat | Més info: http://www.somescola.cat |
16 | @নুরিয়াস্তর্চ আদর্শায়িত পরীক্ষার ফলাফল কাতালান এবং স্প্যানিশভাষী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষার সমমান নির্দেশ করেছে #সোমেস্কোলা | @Nuriastorch Els resultats de les PAU demostren la igualtat de condicions en què hi arriben alumnes catalanoparlants i castellanoparlants #somescola |
17 | @আসেম্বলিয়া রায়টিকে বয়কট করুন!! | @assemblea No acatem la sentència!! |
18 | না আমাদের উচ্চ আদালত, না আমাদের সংবিধান! http://www.assemblea.cat #এএনক্যাট #সোমেস্কোলা | No és el nostre tribunal, no és la nostra constitució! http://www.assemblea.cat #ANCat #somescola |
19 | @জাতীয়কাপ “একমাত্র স্বাধীনতাই আমাদের ভাষার ভবিষ্যতের নিশ্চয়তা দিবে” http://ow.ly/bRwFn #সোমেস্কোলা জনমতটি রায়টির প্রতি ক্ষোভ প্রকাশ করা অনেক ব্লগার এবং টুইটারদের অনুকূলেই মনে হচ্ছে। | @cupnacional “Només amb la independència dels Països Catalans podrem garantir el futur per la nostra llengua” http://ow.ly/bRwFn #somescola |
20 | সেন্টার দে'স্তুদিস দ'পিনিঅ'র (মতামত পর্যবেক্ষণ কেন্দ্র) সাম্প্রতিকতম জনমত জরিপ [কাতালান] ইঙ্গিত করে যে ৫১% মতামত প্রদানকারী ক্যাটালোনিয়ার স্বাধীনতা সমর্থন করে - কয়েক দশকের মধ্যে এবারই প্রথম বহু ভোটার এভাবে সাড়া দিয়েছে। | Reforçant l'opinió de molts blocaires i tuitaires catalans s'ha difós aquests mateixos dies els resultats d'una enquesta en què un 51% dels interrogats es mostra favorable a la independencia de Catalunya respecte l'Estat espanyol. |