Sentence alignment for gv-ben-20140314-42183.xml (html) - gv-cat-20140311-8207.xml (html)

#bencat
1২৩৯ জন যাত্রীবাহী মালয়েশীয় বিমান নিখোঁজDesapareix un avió malaisi amb 239 persones a bord Malaysia Airlines.
2মালয়েশিয়ান এয়ারলাইন।Fotografia de planegeezer a Flickr (llicència CC).
3ছবি প্লেনগিজার-এর ফ্লিকার ছবি (সিসি লাইসেন্স)Tots els enllaços porten a pàgines web en anglès, excepte quan s'indica el contrari.
4গত ৮ মার্চ সারা দুনিয়ার সংবাদ মাধ্যমের খবর ছিল যে চীনগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান নিখোঁজ হয়েছে।El dissabte 8 de març, mitjans de notícies de tot el món van informar que un avió de Malaysia Airlines amb destinació a la Xina havia desaparegut.
5কুয়ালালামপুর থেকে বেইজিং এর উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইট নম্বর এমএইচ৩৭০ এর যাত্রার এক পর্যায়ে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্তৃপক্ষ এখনও বিমানটির অবস্থান শনাক্ত করতে পারেনি।El vol MH370, que es dirigia a Pequín des de Kuala Lumpur, va perdre el contacte amb els controladors aeris i, des d'aquell moment, ni les autoritats ni la línia aèria no han aconseguit localitzar l'aeronau.
6বিমানটিতে ২২৭ জন যাত্রী ও ১২ জন কেবিন ক্রু ছিল।El vol portava a bord 227 passatgers i 12 tripulants de cabina.
7দি গার্ডিয়ান সংবাদপত্রের ভাষ্যমতে ভিয়েতনামের আকাশসীমায় বিমানটি রাডার সংযোগ হারায়।D'acord amb el diari The Guardian, l'aeronau va perdre el contacte per radar en espai aeri del Vietnam.
8এয়ারলাইনটির ফেসবুক পাতায় বিদ্যমান পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত অনেকগুলো সাম্প্রতিক সংবাদ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির সি ই ও আহামাদ জওহারি ইয়াহিয়া-ও একটি বিবৃতি প্রদান করেছেনঃDes d'aleshores, la línia aèria ha publicat diverses actualitzacions sobre la situació a la seva pàgina de Facebook, i fins i tot una declaració del director general, Ahmad Jauhari Yahya:
9আমরা গভীর দুখের সাথে জানাচ্ছি যে রাত ১২:৪১ মিনিটে কুয়ালালামপুর ত্যাগ করা বেইজিং গামী ফ্লাইট নম্বর ৩৭০ -এর সাথে আমরা সকল ধরণের যোগাযোগ হারিয়েছি।Lamentem profundament haver perdut el contacte amb el vol MH370, que ha partit de Kuala Lumpur amb destinació a Pequín a les 00:41 d'aquest matí.
10বেইজিং এর স্থানীয় সময় সকাল ৬:৩০ মিনিটে বেইজিং আন্তর্জাতিক বিমান বন্দরে বিমানটির অবতরণের জন্য নির্ধারিত ছিল।Estava previst que l'aeronau aterrés a l'aeroport internacional de Pequín a les 06:30, hora local de Pequín.
11সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল জানায় আজ রাত্র ২:৪০ মিনিটে(মালয়েশিয়ার স্থানীয় সময়) তারা বিমানটির সঙ্গে সংযোগ হারায়।Els controladors aeris de Subang han informat que el contacte amb l'avió s'ha perdut avui a les 02:40 (hora local de Malàisia).
12ফ্লাইট এমএইচ ৩৭০ বোয়িং বি ৭৭৭-২০০ বিমানের মাধ্যমে পরিচালিত হত।L'aeronau que operava el vol MH370 era un Boeing B777-200.
13ফ্লাইটটিতে যাত্রী ও ক্রুসহ মোট ২৩৯ জন ছিল - এর মধ্যে ২২৭ জন যাত্রী (২ জন শিশুসহ), ১২ জন ক্রু সদস্য ছিল।A bord de l'avió viatjava un total de 239 persones entre passatgers i tripulació: 227 passatgers (2 d'ells infants) i 12 membres de la tripulació.
14যাত্রীরা ১৩ টি ভিন্ন দেশের নাগরিক।Els passatgers eren de 13 nacionalitats diferents.
15বিমানটিকে শনাক্ত করা ও উদ্ধার করার কাজে নিয়োজিত কর্তৃপক্ষের সাথে ইতোমধ্যেই মালয়েশিয়ান এয়ারলাইন্স কাজ শুরু করেছে।La línia aèria Malaysia Airlines està treballant conjuntament amb les autoritats, que han posat en marxa l'equip de cerca i rescat per localitzar l'aeronau.
16আমাদের দল এর মধ্যেই যাত্রী ও ক্রুদের আত্মীয়-স্বজনের সাথে কথা বলছেন।El nostre equip s'està posant en contacte els familiars més propers dels passatgers i dels membres de la tripulació.
17এয়ারলাইন আরেকটি সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ঐ বিমানের চালক ক্যাপ্টেন জাহারি আহমাদ শাহ- এর ১৮,৩৬৫ উড্ডয়ন ঘণ্টার অভিজ্ঞতা রয়েছে।En un altre comunicat de premsa, la línia aèria ha identificat el pilot, el capità Zaharie Ahmad Shah, que té 18.365 hores d'experiència de vol.
18টুইটারে অনেকেই তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেনঃMolts usuaris han expressat la seva preocupació a Twitter:
19৭৭৭-২০০এস কুয়ালালামপুর থেকে সাংহাই গামী মালয়েশীয় এয়ারলাইন্স @এমএএস এ বহুবার ভ্রমন করেছি।He volat amb Malaysia Airlines @MAS moltes vegades, també en un dels seus 777-200 des de KL cap a Xangai.
20দুঃসময়ে সবার সাথে আমিও চিন্তিত। - পিটার ম্যাকগিনলে (@পিটারম্যাকগিনলে) ৮মার্চ, ২০১৪Els meus pensaments estan amb tots vosaltres en aquest moments tan durs.
21মালয়েশীয় বিমান বিধ্বস্ত হওয়ার একাধিক প্রতিবেদন পাওয়া যাচ্ছে কিন্তু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে কিছু বলা হয় নি http://t.co/tE3HWmeNBt তাজাসংবাদ - ক্রিসল দাবু (@ক্রিসলজেজেডদাবু) ৮ মার্চ, ২০১৪
22মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট উধাও। ঠিক একারনেই আমি আকাশে উড়তে ভয় পাই - জোনাথন ওলেক (@জোনাথনওলেক) ৮মার্চ,২০১৪Hi ha fonts que afirmen que l'avió de Malaysia [Airlines] s'ha estavellat, però no hi ha cap confirmació oficial.
23প্রার্থনা করি যেন মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত না হয় এবং ২৩৯ জন মানুষের সবাই যেন নিরাপদ থাকে- সি০০১০ আর।La desaparició del vol de la línia aèria Malaysia Airlines és exactament el que m'horroritza de volar.
24(এফ_সিকেওহিওএসটি) ৮মার্চ,২০১৪ বিমান শিল্প ও যারা বিমানে ছিলেন তাঁদের জন্য খুবই দুঃখজনক ঘটনা!Creuo els dits perquè l'avió de Malaysia Airlines no s'hagi estavellat i les 239 persones a bord estiguin sanes i estàlvies.
25বিবিসি নিউজ- বেইজিং গামী মালয়েশিয়া এয়ারলাইন্স সকল যোগাযোগ হারিয়েছে - স্টেফান চিমালো (@এসচিমালো) ৮ মার্চ, ২০১৪Notícies molt impactants per a la indústria de l'aviació i les persones a bord!
26এ ঘটনায় মালয়েশীয় প্রধানমন্ত্রী, নাজিব রাজাক টুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেনঃBBC News - Malaysia Airlines perd el contacte amb un avió que es dirigia a Pequín.
27আমার চিন্তা ও প্রার্থনা ফ্লাইট #এমএইচ৩৭০ এর পরিবারের সদস্যদের জন্য।L'incident fins i tot va provocar una resposta per part del primer ministre malaisi, Najib Razak, a Twitter:
28সকল ধরনের পদক্ষেপ নেয়ার জন্য আমি বলেছি। - মোহাম্মদ নাজিব তুন রাজাক (নাজিবরাজাক) ৮মার্চ, ২০১৪Els meus pensaments i oracions estan amb els familiars del vol #MH370. He ordenat que es prenguin totes les mesures possibles.
29বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বিমানটি দক্ষিন চীন সাগরে বিধ্বস্ত হয়েছে, যদিও এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কোন সরকারি ঘোষণা পাওয়া যায় নি।Reuters ha informat que l'avió s'ha estavellat al mar de la Xina Meridional, però al moment d'escriure aquestes línies encara no s'ha fet cap declaració oficinal.