# | ben | cat |
---|
1 | স্পেন: খনি শ্রমিকদের সমর্থন করা, “হ্যাঁ, হ্যাঁ, তারাও আমাদের প্রতিনিধিত্ব করে” | Espanya: suport a les protestes dels miners: “Sí, sí que ens representen!” |
2 | স্পেনের খনি শ্রমিকদের সমর্থনে হাজার হাজার নাগরিক রাস্তায় নেমে আসে এবং যখন এই সমস্ত খনি শ্রমিকরা উত্তর স্পেন থেকে ৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে মাদ্রিদে এসে পৌঁছায়, তখন নাগরিকরা তাদের সাথে যোগ দেয়। | Milers de persones van sortir al carrer per mostrar el seu recolzament als miners espanyols [es] i unir-s'hi en la seva arribada a Madrid després d'haver caminat 400 quilòmetres des del nord d'Espanya. |
3 | মঙ্গলবার, ১০ জুন তারিখের সকাল ১০ টায়, সরকারি আসন লা মনক্লোয়া থেকে এই বিক্ষোভ শুরু হয়, এবং মাদ্রিদের পুয়ের্টো ডেল সল প্লাজায় দুপুর দুটার সময় তা শেষ হয়। | La manifestació va començar a les 22h del passat dimarts 10 de juliol, a la Moncloa, la seu del govern, i va concloure a la Puerta del Sol als volts de les dues de la matinada. |
4 | মারিয়ানো রোজাই সরকারের কঠোর পদক্ষেপ এবং ভর্তুকি বন্ধ করে দেওয়ায় কয়লা খনির শ্রমিকদের এই প্রতিবাদ। | Els miners del carbó protesten en contra de les mesures d'austeritat del govern de Mariano Rajoy i les retallades que afecten els subsidis. |
5 | এই জমায়েতও তথাকথিত, “ব্লাক মার্চ” -কে স্বাগত জানিয়েছে, যা কিনা এক আবেগপূর্ণ পরিবেশে, একাত্মতা সাধনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। | Aquest acte de rebuda de l'anomenada «Marcha Negra» va estar caracteritzat per un ambient molt emotiu i ple de solidaritat. |
6 | সেখানে জমায়েত নাগরিকরা করতালি, উৎসাহব্যঞ্জক বাক্য, সহানুভূতিশীল স্লোগান এবং তাদের নিজস্ব সঙ্গীত গেয়ে খনি শ্রমিকদের স্বাগত জানায়, রাজধানীর কেন্দ্রে ধরে চলা মিছিলের পুরোটা সময় জুড়ে এই গান গাওয়া হয়েছিল। | Els ciutadans que hi van participar, van acollir els miners amb aplaudiments, paraules d'admiració, lemes simpatitzants i amb el seu propi himne, que tothom va cantar durant el llarg recorregut pel centre de la capital. |
7 | এই ভাবে বিশাল এক মাত্রায় নাগরিকদের জমায়েত হওয়ার ঘটনায় খনি শ্রমিকরা নিজেরাও বিস্মিত, যা কিনা এই বিক্ষোভের গতিকে আরো জোরালো করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যা #নোচেমিনেরা [স্প্যানিশ ভাষায়] (খনির রাত্রি) নামে পরিচিত। | Els miners van reconéixer estar sorpresos amb la gran mobilització aconseguida, fet que va afegir intensitat a la #nocheminera, que és com es coneix a les xarxes socials. Recorregut de la Marcha Negra pel centre de Madrid, d'Ismael Naranjo |
8 | ব্লাক মার্চ মাদ্রিদের কেন্দ্রস্থল অতিক্রম করছে। ছবি ইসমায়েল নারাঞ্জো-এর | Entre els lemes més destacats, es van escoltar «¡Sí se puede!», «¡Que sí, que sí nos representan!» |
9 | এইসব স্লোগানের মধ্যে সবচেয়ে সাধারণ স্লোগান ছিল, “হ্যাঁ, আমরা পারি! হ্যাঁ, তারা আমাদের শ্রদ্ধা করে! | i «¡Esta es nuestra Selección!», fent referència a la recent victòria futbolística d'Espanya a l'Eurocopa. |
10 | এবং এটাই আমাদের দল”! মূলত সাম্প্রতিক সময়ে ইউয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো কাপ) ফুটবল প্রতিযোগিতায় স্পেনের জয়ের বিষয়টি উল্লেখ করে এই স্লোগান প্রদান করা হয়। | Això sí que va quedar clar: aquells qui recolzen els treballadors se senten més orgullosos i identificats amb la classe obrera que no pas amb els polítics o els jugadors de futbol. |
11 | এটি অনেক বেশী পরিষ্কার, যারা শ্রমিকদের সমর্থন করে, এর জন্য তারা গর্ব অনুভব করে এবং তারা নিজেদের একজন রাজনীতিবীদ অথবা ফুটবলার-এর চেয়ে অনেক বেশী শ্রমিক শ্রেণীর একজন হিসেবে চিহ্নিত করে থাকে। | Els treballadors del carbó no només van il·luminar els carrers amb les llanternes que portaven al front: van ser una llum també per als manifestants en un sentit més ampli. |
12 | কয়লা খনির শ্রমিকরা কেবল তাদের হেডল্যাম্প দিয়ে কেবল রাস্তাকে আলোকিত করেনি; আরো বৃহত্তর চেতনায় তারা বিক্ষোভের আলো হিসেবে নিজেদের উপস্থাপন করেছে। অন্য অনেক সংগঠন তাদের দাবীকে চিহ্নিত করেছে, যার মধ্যে নৈরাজ্যবাদী, ১৫-এম আন্দোলন থেকে ইন্ডিগনাডোস, এবং সারা স্পেনের সকল বয়সের এবং সকল অঞ্চলের নাগরিকরা রয়েছে। | Es van identificar amb la seva protesta molts altres sectors, entre els quals anarquistes, indignats del 15M, persones de totes les edats i de diverses regions d'Espanya, la lluita minera s'ha convertit amb el puny de la protesta obrera i en el rebuig a les retallades del Govern. |
13 | কারণ সম্প্রতি স্পেনে যে সমস্ত বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, তাদের যে কোনটার চেয়ে এটি বিদ্রোহে পরিপূর্ণ এক বিক্ষোভ। | Tot seguit, podeu veure un vídeo amb mostres de solidaritat amb els miners en vaga (per Juan Luis Sánchez): |
14 | খনি শ্রমিকদের এই লড়াই, কর্মীদের বিক্ষোভ আন্দোলনের হৃদয়ের প্রতিবাদে এবং সরকার যে সব বাজেট কাটছাঁট করেছে তার সবচেয়ে তীব্র প্রত্যাখান-এর এক প্রতিবাদে পরিণত হয়েছে। | |
15 | নীচের এই ভিডিও প্রদর্শন করছে যে, বিক্ষোভকারীরা ধর্মঘটরত খনি শ্রমিকদের সাথে তাদের একাত্মতা প্রদর্শন করছে [স্প্যানিশ ভাষায়] ( ভিডিও জুয়ান লুই সানচেজ-এর): | |
16 | http://youtu.be/6FeZXoupDIo | http://youtu.be/6FeZXoupDIo |
17 | সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেক নাগরিক এই সমস্ত খনি শ্রমিকদের উৎসাহ প্রদান করেছে, যেন তারা সরকারের এই সব বাজেট কর্তনের বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যায়, যা কিনা তাদের সংগঠনসমূহকে অদৃশ্য করে দেওয়ার দিকে নিয়ে যেতে পারে। | |
18 | উল্লেখযোগ্য সংখ্যক টুইট-এ, এই বিবৃতি প্রকাশ পেয়েছে যে স্প্যানিশ খনি শ্রমিকদের জন্য তারা গর্ব অনুভব করে, যা তারা তাদের বার্তা এবং #ইয়োসয়মিনেরো (আমি একজন খনি শ্রমিক) নামক হ্যাশট্যাগের মাধ্যমে প্রদান করেছে। | A les xarxes socials, moltes persones van donar ànims als miners perquè continuïn lluitant contra les retallades que podrien fer desaparèixer el seu sector. |
19 | যেমনটা এর আগের বিক্ষোভের বেলায় ঘটেছিল, এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বেশীরভাগ সংবাদ ছড়িয়ে দেয়। | Una gran quantitat de tuitaires va afirmar que se sentia orgullós dels miners d'Espanya a través dels seus missatges i amb el hashtag #yosoyminero. |
20 | এই ঘটনা আরেকটি বিষয়ের মুখোমুখি অবস্থান গ্রহণ করে, ব্যবহারকারীরা যার নিন্দা জানায় #সাইলেন্সিওমিডিয়াটিকো (প্রচার মাধ্যমে নিরবতা) হ্যাশট্যাগের মাধ্যমে। | Com va passar en anteriors protestes, van ser les xarxes socials les que van divulgar la majoria de la informació, davant de les queixes dels usuaris per un suposat #silenciomediático. |
21 | ঐতিহাসিক খনি শ্রমিক প্রতিবাদ বুধবার, ১১ জুলাই তারিখ সকালে আবার শুরু হয় । | La històrica protesta minera va continuar a la capital dimecres 11 de juliol des de primera hora del matí. |
22 | তবে দিনটি আগের দিনের চেয়ে আরো বেশী ভয়াবহ এক দিনে পরিণত হয়, যখন দাঙ্গা পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। | No obstant això, va acabar sent un dia pitjor que l'anterior, a causa dels enfrontaments entre la policia antidisturbis i els manifestants. |
23 | এই সংঘর্ষে [স্প্যানিশ ভাষায়] ৭৬ জন নাগরিক আহত হয়েছে এবং এই ঘটনায় দশ জনকে গ্রেফতার করা হয়েছে। | Els aldarulls van acabar amb més de 76 ferits i una desena de detinguts. |