Sentence alignment for gv-ben-20130818-38173.xml (html) - gv-cat-20130824-6447.xml (html)

#bencat
1মিশর: “কাঁধের উপর দিয়ে আক্ষরিকভাবে একটি বুলেট উড়ে যাওয়া অনুভব করলাম”Egipte: “He sentit com una bala em passava literalment per sobre de l'espatlla”
2মিশরীয় ফটো সাংবাদিক মোসাব ইলসামিকে গুলি করা হয়েছে। বুলেটটি তার কাঁধের উপর দিয়ে উড়ে যায়।El fotoperiodista egipci Mosa'ab Elshamy va rebre un tret que li va passar per sobre de l'espatlla.
3ঝুঁকি নিয়ে মিশরের কায়রোর রাবা আল আদাওইয়াতে প্রবেশের পর তার যন্ত্রপাতি চুরি করা হয়, যেখানে আজ মুরসির সমর্থকদের অবস্থান ধর্মঘট সহিংস অভিযানে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।També li van robar l'equip mentre escapava de la plaça de Rabaa al-Adawiya del Caire, a Egipte, on es va dispersar violentament una seguda pro-Mursi [es].
4একটি ধারাবাহিক টুইট বার্তায় তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন, যা আজ সকালে নাসর শহরের মুসলিম ব্রাদারহুডের অবস্থান সমাবেশে কি ঘটেছে সে ব্যাপারে আমাদের হালকা ধারণা দিবে।Elshamy va publicar l'experiència a través d'una sèrie de missatges a Twitter que ens dóna una idea de com va estar l'evacuació de la seguda dels Germans Musulmans al districte de Nasr City de la ciutat.
5রাবা অবস্থান সমাবেশে যাওয়া সহজ অংশ ছিল:Arribar a la seguda de Rabaa va estar la part fàcil:
6রাবা থেকে ক্রমবর্ধমান আরো কালো ধোঁয়া বেরুছিলো।Més fum negre sobre la plaça de Rabaa.
7কার্যতঃ নাসার শহরের প্রায় যেকোনো জায়গা থেকে তা দেখা যায়।Es pot veure pràcticament des de qualsevol punt del districte de Nasr City.
8সেখানে তিনি প্রথমে টিয়ার গ্যাসের সঙ্গে মোকাবিলা করেন:Un cop allà, primer va haver de fer front als atacs amb gas lacrimogen:
9অবশেষে রাবাতে ঢুকলাম।Finalment he aconseguit arribar a la plaça de Rabaa.
10অসহনীয় টিয়ার গ্যাস।El gas lacrimogen és insuportable.
11সেখানে যে ভয়াবহতা তিনি দেখেছন, তিনি তা একটি ফোটোগ্রাফ গ্যালারিতে ধরে রেখেছেন। সেগুলো তিনি ফ্লিকারে শেয়ার করেছেনঃ [সতর্কবাণী:কিছু ছবি,বিশেষ করে মর্গে মৃতদেহের ছবিগুলো গ্রাফিক]Ha capturat l'horror que ha presenciat en una galeria de fotografies que ha publicat a Flickr [Atenció: Les imatges són de contingut explícit, especialment les dels cadàvers del dipòsit].
12রাবার ফ্রন্টলাইনের দৃশ্য একটি যুদ্ধ ক্ষেত্রের বর্ণনার অনুরূপ।L'escena a la primera línia de la plaça de Rabaa sembla un camp de batalla.
13ছয় ঘন্টা ধরে সংঘর্ষ এখনও চলমান।Els enfrontaments duren ja 6 hores.
14ইলসামির খুবই কাছ দিয়ে স্নাইপারের গুলি বর্ষণ হয়ঃElshamy, sobre la topada amb els franctiradors:
15সবচেয়ে খারাপ হচ্ছে, কোথায় থেকে গুলি আসছে তা জানা ছিল না।El pitjor és no saber d'on provenen els trets.
16পরবর্তী কাছের জিনিসে যেয়ে নত হন এবং ভালো কিছুর জন্য আশা করুন ..T'aixoplugues sota el que tens més a prop i esperes que no passi res…
17কিন্তু সংঘর্ষের তীব্রতা সত্ত্বেও তিনি বিরামহীন ভাবে ছবি তুলে যানঃPerò es manté al seu lloc prenent fotografies a mesura que els enfrontaments s'intensifiquen:
18রাবাতে তীব্রভাবে সংঘর্ষ চলছে।Els enfrontaments a la plaça de Rabaa s'intensifiquen…
19একটি বুলেট তাঁর কাঁধের উপর দিয়ে উড়ে যায়। তিনি টুইট করেছেন:Una bala li passa per sobre de l'espatlla i publica el missatge següent a Twitter:
20আক্ষরিকভাবে আমার কাঁধের উপর দিয়ে একটি বুলেট উড়ে যাওয়া অনুভব করলাম।He sentit com una bala em passava literalment per sobre de l'espatlla.
21আলোর গতিতে ভ্রমণ করা একটি রাক্ষুসে মশার মত করে একটি অস্পষ্ট গুঞ্জন শুনলাম।He sentit un brum semblant al d'un mosquit gegant quan vola a la velocitat de la llum.
22ভুতুড়ে।Esgarrifós.
23সে সঙ্গে পিঠে শটগানের ধাক্কা খেলে ইলসামি চলে যাবার সিদ্ধান্ত নেনঃAmb això i els perdigons d'escopeta a l'esquena, Elshamy decideix donar per acabada la feina:
24আমার পিঠে শটগানের তিনটি ধাক্কা সহ্য করার পর আমি সেখান থেকে চলে যাই।Això i els tres perdigons de l'esquena han estat la meva senyal de retirada.
25কিন্তু এটাই শেষ ছিল না।Però la cosa no ha acabat aquí.
26রাবা থেকে বের হবার পথে আমি স্থানীয় অতন্দ্র জনতার মুখোমুখি পড়ি, যারা আমার যন্ত্রপাতি সব চুরি করে নিয়ে যায়।Mentre escapava de la plaça de Rabaa he topat amb un grup de vigilants locals que m'ha robat l'equip.
27ভাগ্যক্রমে আমি মোজার মধ্যে আমার এসডি কার্ড রেখেছিলাম।Per sort m'havia guardat la targeta de memòria SD als mitjons.
28এখান থেকে ইলসামির ফ্লিকার অ্যাকাউন্টে তোলা আজকের সংঘর্ষের ছবিগুলো দেখতে ভুলবেন না।No us perdeu les fotografies d'Elshamy sobre els enfrontaments d'avui. Les trobareu al seu compte de Flickr.