# | ben | cat |
---|
1 | পুয়ের্টোরিকানরা “২০১৪ সালের সেরা রাজনৈতিক ফোক গান” লিখেছে | La porto-ricenca Alynda Lee Segarra escriu ‘la cançó folk política del 2014′ |
2 | ব্যান্ড দলটির নতুন এ্যালবাম “ছোট শহরের বীরেরা”-এর প্রচ্ছদ। | Portada del nou disc “Small Town Heroes”. |
3 | হুররে ফর দি রিফ রাফ-নামক ব্যান্ড দলের এক সদস্যা আলাইয়নদা লি সেগাররা, যে কিনা পুয়ের্টোরিকান এক গায়িকা এবং গীতিকার, তার লেখা গান “দি বডি ইলেকট্রিক” নামক গানটিকে যুক্তরাষ্ট্রের দি ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) ২০১৪ সালের সেরা রাজনৈতিক ফোক গান হিসেবে ঘোষণা প্রদান করেছে। | “The Body Electric”, de la cantant porto-ricenca Alynda Lee Segarra del grup Hurray for the Riff Raff, és la cançó folk política del 2014 segons la National Public Radio (NPR) dels EUA. |
4 | এটি, নারী, ভিন্ন বর্ণ এবং হিজড়া বা এই ধরনের মানুষের প্রতি সংঘঠিত সহিংসতা এবং নির্যাতনের বিরুদ্ধে এক সুলিখিত এক গান। | Es tracta d'un himne contra la violència i l'opressió que viuen les dones, la gent de color i els homosexuals. |
5 | দি বডি ইলেকট্রিকের মানে কি তা নিয়ে সেগাররা এনআরপি-এর সাথে কথা বলেছে: | Segarra conversava amb NPR sobre el significat de “The Body Electric”: |
6 | কি ভাবে গান আমাকে শিক্ষা দেয় মূলত আমি এই বিষয়ের সাথে পরিচিত, আমি উপলব্ধি করতে পরি যে নারী এবং বর্ণবাদের মত নির্যাতনের মাঝে সত্যিকারের এক সম্পর্ক রয়েছে। | La cançó m'ha ensenyat que hi ha una verdadera connexió entre la violència masclista i la violència racista. |
7 | এই মূহূর্তে যুক্তরাষ্ট্রে শরীরকে অস্ত্র বানানোর মত এক ঘটনা ঘটেছে। | Ara mateix té lloc una armamentització del cos als EUA. |
8 | আমাদের শরীর আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। | Intenten que els nostres cossos es posin en contra nostre. |
9 | কালো এবং বাদামী বর্ণের শরীরকে উত্তরাধিকার সুত্রে বিপজ্জনক হিসেবে আঁকা হচ্ছে। | Els cossos negres i marrons, s'hi mostren com a inherentment perillosos. |
10 | কালো এক ব্যক্তির দৈহিক আকার এবং তার মানসিক গুণাবলী তাঁকে খুন করার অজুহাত হিসেবে ব্যবহার হয়। | La mida i l'estatura d'una persona negra es fan servir com a raó per a assassinar-la. |
11 | কালো ব্যক্তির ক্ষমতা ও যোগ্যতার ক্ষেত্রে এই বিষয়টি চূড়ান্ত ভাবে এক মানসিক বিকার জনিত ভয়। | Es tracta d'una por trastornada respecte al poder i les capacitats de la gent negra. |
12 | এটা হচ্ছে সেই একই শয়তানী চিন্তা যা নারী নির্যাতনকারীদের নারীর প্রতি হামলা চালানোর অজুহাত হিসেবে ব্যবহার করে। | És la mateixa idea malvada que ens empeny a culpar les dones pels atacs de qui les ataquen. |
13 | ধর্ষণকে স্বাভাবিক করা, ঘরোয়া নির্যাতন এবং এমনকি সকল বর্ণের নারীদের হত্যা করা আমাদের নারীদের দেহ থেকে মানবতাকে নিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা। | Fer normal la violació, l'abús domèstic i fins i tot l'assassinat de dones de totes les races és un esforç per fer sortir la humanitat dels nostres cossos femenins. |
14 | নারী দেহকে বস্তুগত আকার প্রদান করা এবং তা নিয়ে বিদ্রূপ করা আসলে নারীরা যে ক্ষমতা ধারণ করে তার প্রতি আতঙ্কের এক লক্ষণ। | Cossificar i ridiculitzar el cos femení és, al capdavall, un símptoma de temor pel poder que tenen les dones. |
15 | সারা বিশ্বে নারী নির্যাতন, ধর্ষণ, হিজড়াদের খুন করা এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গ কিশোরের হত্যা আমাকে এই গান লিখতে উদ্ধুদ্ধ করেছে। | La violència contra la dona a tot el món, les violacions, l'assassinat de transsexuals i les morts recents de nois negres als EUA van ajudar a gestar la cançó. |
16 | সেগাররা এর সাথে যোগ করেছে: “আমি আশা করি এই গান ক্ষমতা এবং মানবতার জীবনশক্তিকে সেই সকল মানুষের কাছে ফিরিয়ে দেবে, যারা অনুভব করে তারা নির্যাতন এবং নিপীড়নের শিকার, যদিও তাদের অস্তিত্ব আছে কিনা, যদিও তাদের অস্তিত্ব রয়েছে কি না, যেমনটা আমাদের পুরোনো কাহিনী এবং গানে অথবা প্রতিবাদ মিছিলে আমরা বলে থাকি। | Segarra afegeix: “Espero que aquesta cançó aporti poder i humanitat a les persones que se sentin amenaçades per la violència i l'opressió, ja sigui perquè existeixen en les nostres velles històries i cançons o bé perquè protesten en el moment en què parlem”. |