Sentence alignment for gv-ben-20151107-50654.xml (html) - gv-cat-20150629-9821.xml (html)

#bencat
1যুদ্ধের শিকার ইয়েমেনের ইতিহাস ও ঐতিহ্য
2প্রাচীন সানার একটি দৃষ্টিনন্দন চিত্র।El patrimoni del Iemen, víctima de guerra
3ছবি তুলেছেন আমিন আলঘাবরি।Una vista fascinant del casc antic de Sanà.
4আরব বিশ্বের সবচে প্রাচীন সভ্যতার কেন্দ্রবিন্দু হলো ইয়েমেন।
5আবার একই সঙ্গে দেশটি খুব গরীবও।Fotografia d'Ameen Alghabri.
6গত তিন মাস ধরে সেই দেশটির উপরেই কিনা বিমান হামলা চালাচ্ছে পার্শ্ববর্তী ধনী দেশ সৌদি আরব। সৌদির সাথে যোগ দিয়েছে মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশ।El Iemen, un dels centres de civilització més antics del món àrab i un dels països àrabs més pobres ha estat víctima dels atacs aeris liderats per l'Aràbia Saudita, el seu ric veí, durant gairebé tres mesos.
7বিমান হামলা শুরু হয় বিদ্রোহী হুতিরা রাজধানী সানা দখল করে নেয়ার পর। বিদ্রোহীরা সানা দখল করে নিলে রাষ্ট্রপতি আব্দু রাবু মানসুর হাদী বন্দর নগরী এডেনে পালিয়ে যান।L'operació va començar quan els houthis, un grup rebel, va capturar Sanà, la capital, cosa que va fer que el president Abdu Rabu Mansour Hadi s'exiliés a la ciutat portuària d'Aden i que, al poc, hagués de buscar refugi a la capital saudita, Al-Riyad.
8সেখান থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে গিয়ে আশ্রয় নেন।Han mort més de 2500 persones i hi ha hagut 11000 ferits des que la guerra va començar el 25 de març.
9২৫ মার্চ থেকে বিমান হামলা শুরু হওয়ার পর থেকে ইতোমধ্যে ২,৫০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ।Hi ha un milió de desplaçats dins el país i 21,1 milions, el 80% de la població, necessita ajuda humanitària d'acord amb l'últim informe de l'Oficina de les Nacions Unides per a la Coordinació d'Afers Humanitaris.
10যুদ্ধের কারণে ঘরবাড়ি হারিয়েছেন ১ মিলিয়ন ইয়েমেনি।Tanmateix, les víctimes de la guerra no es limiten a les persones.
11তাছাড়া দেশটির ২১.El patrimoni del Iemen també ha patit.
12১ মিলিয়ন মানুষের (মোট জনসংখ্যার ৮০ শতাংশ) মানবিক সাহায্যের প্রয়োজন হয়ে পড়েছে।
13আর এসব পরিসংখ্যান উঠে এসেছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা ইউএনওসিএইচএ-র সাম্প্রতিক প্রতিবেদনে।El 9 de maig els avions saudites van fixar el seu objectiu en la mesquita d'Imam al-Hadi, a la ciutat de Saada, un bastió dels houthi.
14শুধু দেশটির মানুষজনই যুদ্ধের ভয়াবহতার শিকার হননি।La mesquita és la tercera més antiga del Iemen i es va construir fa 1200 anys.
15দেশটির ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থাপনাগুলোও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।Els atacs saudites es dirigeixen a la mesquita històrica d'Al-Hadi a Saada.
16গত ৯ মে সৌদি যুদ্ধ বিমান সাদাহ শহরের ইমাম আল হাদি মসজিদকে আক্রমণের লক্ষ্যবস্তু করে।El vídeo és de l'emissora de televisió houthi Almasirah. #Yemen #Peace4Yemen https://t.co/6K1v8e0BO9
17এই অঞ্চলে হুতিদের শক্ত অবস্থান রয়েছে।- Yemen Updates (@yemen_updates), 9 de maig de 2015.
18ইয়েমেনের পুরোনো মসজিদগুলোর মধ্যে এটির অবস্থান তৃতীয়। ১২০০ বছর আগে এটি নির্মিত হয়েছিল।Foto de la mesquita d'Al-Hadi a la província de Saada, que avui ha estat atacada durant els bombardejos saudites.
19সৌদি বাহিনী সাদাহ শহরের ঐতিহাসিক ইমাম আল হাদি মসজিদকে আক্রমণের লক্ষ্যবস্তু করেছে।Hi ha hagut quatre morts i deu persones més han estat ferides. #Yemen pic.twitter.com/DO1mjxGPEK
20হুতি টেলিভিশন আলমাসিরাহ থেকে ভিডিওটি নেয়া হয়েছে।- Fatik Al-Rodaini (@Fatikr), 9 de maig de 2015.
21সাদাহ প্রদেশের ইমাম আল হাদি মসজিদের ছবি। এখানে আজকে সৌদি বিমান হামলা করেছে।Jamila Hanan, una activista dels drets humans, va compartir fotografies de la preciosa i antiga mesquita al seu tweet:
22৪ জন মারা গেছেন। আহত হয়েছেন ১০০ জন।Llegint sobre la preciosa mesquita d'Al-Hadi a #Saada, #Iemen, construïda al segle IX.
23মানবাধিকার কর্মী জামিলা হানান তার টুইটে প্রাচীন, সুন্দর মসজিদের ছবি শেয়ার করেছেন:Intento fer-me a la idea que l'han bombardejada. pic.twitter.com/5x5qSL3CQd - Jamila Hanan (@JamilaHanan), 9 de maig de 2015.
24নবম শতাব্দীতে ইয়েমেনের সাদাহ'র চমৎকার আল হাদী মসজিদটি নির্মিত হয়েছিল বলে প্রতিবেদন পড়ে জানতে পারলাম।L'11 de maig, el casc antic de Sanà, la capital del Iemen i una de les ciutats habitades més antigues del món, va ser durament bombardejada durant la nit, cosa que va provocar danys greus a diversos edificis històrics.
25বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে এখানে বোমা হামলা করা হয়েছে। মে মাসের ১১ তারিখে সারারাত ধরে ইয়েমেনের রাজধানী এবং বিশ্বের অন্যতম প্রাচীন শহর হিসেবে পরিচিত সানায় বোমা হামলা চালানো হয়।Altres zones colpejades pels atacs aèris van ser el casc antic de Saada i el jaciment arqueològic de la ciutat emmurallada preislàmica de Baraqish, fets que van dur a la directora general de la UNESCO a publicar una nota de premsa on cridava a totes les parts a protegir el patrimoni cultural del Iemen.
26এতে করে অনেক ঐতিহাসিক ভবন ধ্বংস হয়।Això és el que va dir Irina Bokova:
27অন্য আরেকটি প্রাচীন শহর সাদাহতেও বিমান হামলায় প্রাচীন অনেক স্থাপনা ধ্বংস হয়।Estic especialment afligida per les notícies sobre els atacs aèris a zones densament poblades com les ciutats de Sanà i Saada.
28এদের মধ্যে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে পরিচিত ইসলাম-পূর্ব যুগের প্রাচীর শহর বারাকুশও আছে।
29এই প্রেক্ষিতে ইউনেস্কোর মহাসচিব একটি বিবৃতি প্রদান করেন। সেখানে সব পক্ষকেই ইয়েমেনের সাংস্কৃতিক উত্তরাধিকারগুলো রক্ষার আহ্বান জানান।A més de provocar un gran sofriment entre la població, aquests atacs destrueixen el patrimoni cultural únic del Iemen, que és el repositori de la identitat, història i memòria del poble i un testimoni excepcional de les fites de la civilització islàmica.
30মিস ইরিনা বোকোভা বলেন: জনবহুল সানা এবং সাদাহ'র মতো শহরে বিমান হামলার সংবাদ শুনে ব্যক্তিগতভাবে আমি খুবই পীড়িত বোধ করছি।Faig una crida a totes les parts perquè s'abstinguin de fer servir militarment els llocs i monuments del patrimoni cultural o que els incloguin entre els seus objectius durant els atacs i que respectin així les seves obligacions segons els tractats internacionals.
31এই বিমান হামলা মানুষের ভয়াবহ দুর্ভোগ সৃষ্টি করা ছাড়াও ইয়েমেনের অনন্য সাংস্কৃতিক সম্পদগুলোও ধ্বংস করে ফেলছে।El 24 de maig, dos atacs aeris saudites van dirigir-se a l'antiga ciutadella d'Al-Shareef, a la ciutat de Bajel, província de Hodeida.
32এই সাংস্কৃতিক সম্পদগুলো ইসলামিক সভ্যতার মানুষের পরিচয়, ইতিহাস, স্মৃতি এবং ব্যতিক্রমী বিষয়গুলোর উজ্জ্বল সাক্ষ্য বহন করে… আমি সকল পক্ষকে অনুরোধ করবো আন্তজার্তিক চুক্তিসমূহের প্রতি শ্রদ্ধা রেখে সাংস্কৃতিক সম্পদগুলোকে সামরিক আক্রমণের লক্ষ্যবস্তু না করতে।
33মে মাসের ২৪ তারিখে হুদাইদা প্রদেশের বাজেল শহরের প্রাচীন আল-শারীফ দুর্গ দু'বার সৌদি বিমান হামলার শিকার হয়।
34সৌদি আক্রমণের লক্ষ্যবস্তু ইয়েমেনের সাংস্কৃতিক সম্পদগুলো।El patrimoni del Iemen està sent atacat durant els bombardejos saudites.
35হুদাইদা প্রদেশের বাজেল শহরের প্রাচীন আল-শারীফ দুর্গের ছবি।Fotos del castell d'Al-Shareef, ciutat de Bajel, Hodeida.
36সৌদিরা তিনগুণের বেশি আক্রমণ চালিয়ে যাচ্ছে।L'oest del Iemen ha estat atacat tres vegades pels saudites. pic.twitter.com/o39QAGsVQZ
37ফাটিক আল-রোদাইনি (@Fatikr)। মে ২৮, ২০১৫- Fatik Al-Rodaini (@Fatikr), 28 de maig de 2015.
38রক প্যালেস হিসেবে পরিচিত ডার-আল-হাজরের অবস্থান সানার উত্তরাঞ্চলে। ১৭৮৬ সালে ইমাম মনসুর এটা প্রতিষ্ঠা করেন।El 4 de juny, Dar-al-Hajar, el Palau de Roca, situat a dalt d'un turó a Wadi Dhar, al nord de Sanà, i construït el 1786 per Imam Mansur, va ser objectiu d'atacs saudites.
39সৌদিরা এটির ওপর বারংবার হামলা চালিয়েছে।Avui les forces aèries saudites han atacat Dar-al-Hajar.
40সৌদি বিমান আজ ডার-আল-হাজরের ওপর হামলা চালিয়েছে।El patrimoni del país i la seva història també estan sota foc saudita.
41দেশের ঐহিত্য এবং ইতিহাস সৌদি আগুনে পুড়ে যাচ্ছে।#Yemen pic.twitter.com/ZL4hrP49bZ
42ফাটিক আল-রোদাইনি (@Fatikr)। জুন ৪, ২০১৫- Fatik Al-Rodaini (@Fatikr), 4 de juny de 2015
43২৫ মে সৌদি হামলায় ধামার আঞ্চলিক জাদুঘর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এতে হিমিওরাইট সভ্যতার হাজার হাজার শিল্পকর্ম ধ্বংস হয়ে যায়।El 25 de maig les forces aèries saudites van destruir completament el On May 25, museu regional de Dhamar, on es custodiaven milers d'artefactes de la civilització himiarita.
44ধামার জাদুঘরে হিমিওরাইট সভ্যতার ১০ হাজারের বেশি শিল্পকর্ম ছিল। এটার অবস্থান জাফর অঞ্চলের পাশে।El museu de Dhamar, on es custodiaven més de deu mil artefactes de la civilització himiarita i del jaciment proper de Zafar, destruït per míssils de les forces aèries saudites.
45সৌদি মিসাইল সেটা ধ্বংস করে দিয়েছে।#Iemen - ghumdan (@ghumdan), 5 de juny de 2015.
46সৌদি নেতৃত্বাধীন মিত্র বাহিনীর হামলার আগে, পরে ধামার জাদুঘরের অবস্থা।#متحف_ذمار قبل وبعد قصف #التحالف_العربي El museu de #Dhamar abans i després dels atacs aèris de la coalició dirigida pels saudites. pic.twitter.com/XQ9iuSvKQc
47ইয়েমেনে প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ছিল মারেব বাঁধ।- رياض باكرموم (@Riyadhbakarmoom), 22 de maig de 2015.
48এটি প্রাচীন বিশ্বের বিস্ময়কর ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন, যা আমাদের মনে করিয়ে দেয় রাণী শেবা'র শাসনকালকে। গত জুন মাসের এক তারিখে সৌদি বিমান হামলায় এটি ধ্বংস হয়ে যায়।L'1 de juny, la Gran Presa de Marib, considerada «una de les més grans meravelles de l'enginyeria del món antic» i un dels llocs més importants de l'Antiguitat iemenita ja que es remunta als temps de la Reina de Sabà, va resultar danyada pels atacs aeris saudites, que van afectar la resclosa nord, la que es trobava en millor estat.
49বাঁধটি প্রথম নির্মিত হয় খ্রীষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে, মারিব শহরে। শহরটি রাণী শেবা'র রাজধানী ছিল।La presa va ser construïda al segle VIII a. C. a la ciutat de Marib, que va ser la capital del Regne de Sabà.
50বিমান হামলায় রাণী শেবা'র শহরের ‘ইঞ্জিনিয়ারিং মার্বেল' হিসেবে পরিচিত মারেব বাঁধ ধ্বংস হয়ে গেছে।La «meravella de l'enginyeria» de la ciutat de la Reina de Sabà, danyada durant un atac aeri: http://t.co/S81MIfWnON - National Geographic (@NatGeo), 3 de juny de 2015.
51ইয়েমেন পোস্ট নিউজপেপার বিখ্যাত এই বাঁধ ধ্বংসের আগে ও পরের ছবি শেয়ার করেছে:El diari Yemen Post Newspaper va compartir una fotografia de l'abans i el després de la Gran Presa:
52আগে ও পরে: ইয়েমেনের পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত ঐতিহাসিক “মারেব বাঁধ”-এর ছবি।ABANS I DESPRÉS… Foto del punt històric d'interès turístic del #Iemen, la presa de Marib, que va ser danyada durant un atac aeri #saudita.
53এটার ওপর সৌদি বিমান হামলা হয়েছে।#اليمن pic.twitter.com/ucRmWp7tHP
54তায়েজ শহরের আল-কাহেরা দুর্গটি ছিল দেখার মতো।- Yemen Post Newspaper (@YemenPostNews), 1 de juny de 2015.
55সেখানে দাঁড়িয়ে শহরের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যেত। ৫ জুন সৌদি বিমান হামলায় সেটাও ধ্বংস হয়ে যায়।El 5 de juny, el preciós castell d'Al-Qahera, amb vistes a la ciutat de Taiz, va ser destruït per atacs aeris saudites.
56হুতি বাহিনী এবং ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালেহ দুর্গটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতেন।Algunes fonts diuen que els houthi i les forces d'Ali Abdulla Saleh, l'antic president del país, el van fer servir de base per bombardejar els seus oponents a la ciutat.
57এখান থেকেই তারা শহরে অবস্থানকারী প্রতিদ্বন্দ্বীদের ওপর গোলা নিক্ষেপ করতেন।
58ইয়েমেন পোস্ট নিউজপেপার দুর্গটি ধ্বংস হওয়ার আগে ও পরের ছবি পোস্ট করেছে। ছবিতে ফুটে উঠেছে সৌদি হামলায় দুর্গটির কী হাল হয়েছে।El diari Yemen Post News va tuitejar fotografies del castell mentre era atacat i de la seva situació abans i després de l'atac, on es veia els danys que havia patit.
59আল-কাহেরা দুর্গ ধ্বংস: ইয়েমেনের অন্যতম ঐতিহাসিক স্থাপনা এবং জাতিসংঘ ঘোষিত হেরিটেজ সাইটে সৌদি বিমান হামলা করেছে।El castell d'Al-Qahera DESTRUÏT: Un dels llocs històrics més importants del #Iemen i Patrimoni de la Humanitat de la #UNESCO ha resultat danyat durant els atacs aeris #saudites #اليمن pic.twitter.com/DfEhHW7Uwd
60হামলার আগে ও পরে: ৮০০ বছরের পুরোনো আল-কাহেরা দুর্গ।
61নাহ্, সৌদি মিসাইলকে আর ধন্যবাদ জানাতে পারছি না।- Yemen Post Newspaper (@YemenPostNews), 4 de juny de 2015.
62সৌদি হামলায় ইয়েমেনজুড়ে যে ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংস হচ্ছে তা ১২ জুনের সকালের আগ পর্যন্ত বিশ্ববাসী কেউই জানতোই না।
63ওইদিন সকালে পুরোনো সানায় ইউনেস্কোর তালিকাভুর্ক্ত স্থাপনায় সৌদি মিসাইল আঘাত হানে। এতে ৯ হাজার মাটির ঘর ধ্বংস হয়।ABANS I DESPRÉS DE L'ATAC: el castell d'Al-Qahera, a Taiz, un edifici històric amb 800 anys d'història, ha estat destruït gràcies a dos míssils saudites #Iemen #اليمن pic.twitter.com/9QLtSncaKu
64এগুলো ১১ শতকের পূর্বে নির্মিত হয়েছিল।- Yemen Post Newspaper (@YemenPostNews), 8 de juny de 2015
65সৌদি বিমান হামলায় ৩ হাজার বছরের পুরোনো ঐতিহ্যগুলো ধ্বংস হওয়ার খবরে বিশ্ববাসী ক্ষোভ প্রকাশ করে। তাছাড়া বেশিরভাগ ইয়েমেনি তাদের গর্বের স্থাপনাগুলো ধ্বংস হওয়ায় বিচলিত বোধ করেন।La destrucció de tots aquests elements del patrimoni durant els atacs saudites a Iemen van passar, aparentment, inadvertits fins el 12 de juny, quan un míssil saudita va impactar al barri de Qassimi, al casc antic de Sanà, considerat Patrimoni de la Humanitat de per la UNESCO, on hi havia 9000 cases de fang, algunes de les quals havien estat construïdes abans del segle XI.
66ইউনেস্কো একটি ভিডিও আপলোড করেছে, যেখানে পুরোনো সানা'র ঐতিহ্যগুলো উঠে এসেছে:Les notícies de la destrucció d'aquest element del patrimoni de 3000 anys d'història van consternar a tothom, però la major part dels iemenites estaven desolats.
67চিত্রগ্রাহক অ্যালেক্স পোট্টার মন্তব্য করেছেন:Un vídeo de la UNESCO ens ensenya ràpidament el casc antic de Sanà:
68শুধু ধুলি আর ধুলি!El fotògraf Alex Potter va comentar:
69#সানা #ইয়েমেনPols al pols.
70সিএনএন-এর মধ্য রাতের খবরে উঠে এলো পুরোনো সানা'র ধ্বংসচিত্র।#Sanà#Iemenpic.twitter.com/rwkSwkrek7 - Alex Potter (@alexkpotter), 12 de juny de 2015.
71পুরোনো সানা'য় হামলার ঘটনায় ইউনেস্কোর মহাসচিব আবারো নিন্দা করেছেন।Els informatius de matinada de la @CNN ens porten notícies de la destrucció del casc antic de #Sanà #Iemen https://t.co/VMF3m5NKVA
72তিনি তার বিবৃতিতে বলেছেন:- Alex Potter (@alexkpotter), 13 de juny de 2015.
73আমি সবাইকে আবারো অনুরোধ করছি ইয়েমেনের সাংস্কৃতিক ঐতিহ্যগুলো রক্ষা করতে।La directora general de la UNESCO va condemnar una vegada més els atacs al casc antic de Sanà.
74এই ঐতিহ্যগুলো ইয়েমেনের মানুষজনের আত্মাকে বহন করে।Va fer les següents declaracions:
75এগুলো হাজার হাজার বছরের মানুষের অর্জিত জ্ঞানের প্রতীক।Reitero la meva crida a totes les parts perquè respectin i protegeixin el patrimoni cultural del Iemen.
76এগুলো শুধু ইয়েমেনিদের নয়, পৃথিবীর সকল মানুষের সম্পদ।Aquest patrimoni sosté l'ànima del poble iemenita, és un símbol de la història milenària de coneixement i pertany a tota la humanitat.
77সৌদি মিসাইল আক্রমণের আগে ও পরে পুরোনো সানা'র কাসেমী এলাকার ছবি শেয়ার করেছেন।Ahmed Al-Sayaghi va compartir fotografies del barri de Qassemi, al casc antic de Sanà, abans i després de l'atac.
78ছবিতে মিসাইল হামলায় মাটির বাড়িগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা উঠে এসেছে।En elles es pot veure les cases destruïdes. EL CASC ANTIC DE LA CIUTAT DE #SANÀ Abans i després dels atacs aeris ?
79পুরোনো সানা শহর।#Iemen pic.twitter.com/DUrMofYEF3
80বিমান আক্রমণের আগে ও পরে।- • A. Sayaghi • (@AhmedSayaghi), 12 de juny de 2015.
81আল-আরাবি আল-জাদিদ পত্রিকায় আবুবকর আল-শামাহি একটি লেখা লিখেছেন।Abubakr Al-Samahi va expressar amb eloqüència els sentiments de molts iemenites al seu article a al-Araby al-Jadeed:
82সেখানে বেশিরভাগ ইয়েমেনির মনোভাব উঠে এসেছে:Ens hem acostumat a veure com es destrueix el Iemen.
83আমরা ইয়েমেনের ধ্বংস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি।Tot i així, costa més veure com es destrueixen edificis que recordes, carrers pels que has caminat i paisatges que t'estimaves.
84আপনি যেসব স্থাপত্যের কথা মনে করতে পারেন, যেসব রাস্তায় হেঁটে বেড়িয়েছেন, যেসব জায়গা আপনি পছন্দ করতেন, মেনে নিতে কষ্ট হলেও সেগুলো ধ্বংস হয়ে গেছে।
85হাজার হাজার ইয়েমেনি যারা যুদ্ধে মারা গেছেন, অবশ্যই তারা খুব গুরুত্বপূর্ণ।És clar, les vides dels milers de persones mortes a la guerra del Iemen són més importants.
86তবে আমি এবং আমার মতো অসংখ্য ইয়েমেনি আমাদের ঐতিহ্যবাহী স্থাপনা এবং স্থান ধ্বংসে খুব কষ্ট পেয়েছি।Tanmateix, jo, i molts altres iemenites, ens sentim profundament adolorits quan veiem la destrucció del nostre patrimoni, de llocs que volem compartir amb el món.
87আমরা বিশ্ববাসীর সাথে তা শেয়ার করতে চাই। এইসব তৈরি করতে আমাদের পূর্বপুরুষদের শত বছর নয়, হাজার হাজার বছর লেগেছে।Els nostres avantpassats van invertir centenars, si no milers, d'anys en construir les nostres ciutats a la sorra i els nostres palaus a les muntanyes.
88আর সেগুলো ধ্বংস করতে মুহূর্ত মাত্র সময় লেগেছে।Només cal un moment per destruïr-ho.
89আলী আলমুরতাদা একটি তুলনা দিয়ে ইয়েমেনিদের বেদনার ব্যাখ্যা দিয়েছেন:Ali Almurtada va fer una comparació per explicar el sentiment de dolor dels iemenites.
90পিরামিড যেমন মিশরের প্রতিনিধি, তেমনি পুরোনো সানাও ইয়েমেনের প্রতিনিধিত্ব করে।Si et costa entendre què represent el casc antic de Sanà pels iemenites, imagina que es destrueixen les piràmides d'#Egipte.
91চিন্তা করুন মিশরের পিরামিড ধ্বংস হলে কেমন লাগবে।#Iemen - Ali Almurtada (@AliAlmurtada), 13 de juny de 2015.
92অর্থনৈতিকভাবে ইয়েমেন দরিদ্র দেশ হলেও সাংস্কৃতিকভাবে বেশ সমৃদ্ধ। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য ইয়েমেনিদের গর্বেব উত্স।Potser el Iemen és un país pobre econòmicament, però és molt ric culturalment, amb el seu patrimoni i història, que són l'orgull dels iemenites i és molt dolorós veure com això es destrueix.
93তাই এর ধ্বংসচিত্র প্রত্যক্ষ করা যেকোনো ইয়েমেনির জন্য বেদনাদায়ক।Sembla que l'operació saudita Restaurar l'Esperança ha canviat el seu nom per Destruïr la Història.
94তাই সৌদি নেতৃত্বাধীন বাহিনীর “অপারেশন রিস্টোরিং হোপ” আজ “অপারেশন ডিস্ট্রয় হিস্টরি” হয়ে দাঁড়িয়েছে। মানুষ, ইতিহাস, ঐতিহ্য'র জন্য ইয়েমেনিরা আজ কাঁদছে।Avui, els iemenites ploren per persones i pedres, vida i història, que avui totes les parts destrueixen a la guerra, l'antic president Saleh i les forces houthi i, sobretot, la coalició liderada pels saudites