# | ben | cat |
---|
1 | পরিষ্কার তিউনিশিয়ার জন্য ‘আবর্জনা সেলফি’ | ‘Autofotos brossa’ en favor d'una Tunísia neta |
2 | সম্প্রতি বেশ কিছু তিউনিশিয়ান তাঁদের দেশের রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনার পাশে দাঁড়িয়ে সেলফি (নিজের ছবি) তুলছেন। | Un grup de tunisencs s'ha començat a fer autofotos amb munts d'escombraries de fons i les fa circular per les xarxes socials amb l'etiqueta #SelfiePoubella (‘selfie brossa') per a denunciar la brutícia que omple els carrers del país. |
3 | পরে সেগুলো #সেলফিপাউবেলা (‘আবর্জনা সেলফি') হ্যাশট্যাগের মাধ্যমে সামাজিক নেটওয়ার্কিং সাইটে প্রকাশ করছেন। | Es tracta d'una reacció als selfies i fotos penjats a la xarxa pel ministre de Turisme, Amel Karboul, per a promoure el turisme al país nord-africà. |
4 | দেশের রাস্তাগুলোকে ভরিয়ে তোলা আবর্জনা স্তূপের প্রতি নিন্দা জানিয়ে তাঁরা এই সেলফি কার্যক্রম শুরু করেছেন। | El 16 de maig, els administradors de la pàgina de Facebook ‘Clean Tunisia' van llançar una crida [fr] als usuaris a publicar-hi autofotos: |
5 | উত্তর আফ্রিকান দেশগুলোর পর্যটনের প্রচারনার জন্য পর্যটন মন্ত্রী আমেল কারবাউল সামাজিক মিডিয়াতে বেশ কিছু সেলফি এবং ছবি পোস্ট করলে তাঁর প্রতিক্রিয়া হিসেবে তিউনিশিয়ানদের এই প্রচারাভিযান শুরু হয়। | Esperem les vostres autofotos per a mostrar la gravetat de la situació dels nostres carrers a tot el país… Les autoritats busquen amagar la trista realitat dels nostres barris amb postals de bonics paisatges de Tunísia i s'obliden que hi ha gent que viu entre escombraries… |
6 | গত ১৬ মে তারিখে, ‘ক্লিন তিউনিশিয়া'র ফেসবুক পাতার প্রশাসক ব্যবহারকারীদের প্রতি তাদের সেলফি আপলোড করার [ফরাসী ভাষায়] আহ্বান জানিয়েছেন: | |
7 | আমাদের দেশের সর্বত্র ছড়িয়ে থাকা ও রাস্তার পাশের আবর্জনার করুন অবস্থা দেখা এবং প্রদর্শন করার জন্য আমরা আপনার সেলফির অপেক্ষায় রয়েছি … তারা আমাদের প্রতিবেশীদের কাছে তিউনিশিয়ার সুন্দর ল্যান্ডস্কেপ সমৃদ্ধ পোষ্টকার্ড দিয়ে আমাদের এলাকাগুলোর মধ্যে দু:খের বাস্তবতাকে আড়াল করতে এবং মানুষ যে আবর্জনার মাঝে বসবাস করছে তা ভুলে যেতে চাইছেন … | |
8 | ১৯ মে তারিখের আরেকটি পোস্টে অন্য একটি বার্তা [ফরাসী ভাষায়] জানানো হয়েছে। | En un altre missatge publicat [fr] el 19 de maig deien: |
9 | সেখানে বলা হয়েছে: কারবুলার [পর্যটন মন্ত্রী] সেলফি যদি ভাল পর্যটনের কারণ দ্বারা সমর্থনযোগ্য হয়, তাহলে সেলফি পউবেলা শুধু পর্যটন ভিত্তিক নয় বরং নাগরিক সমাজের সুবিধা সম্বলিত একটি প্রচারাভিযান। | Si els selfies del ministre de Turisme es justifiquen generalment per la bona causa turística, aquesta campanya de Selfie Poubella és tant d'interès turístic com ciutadà perquè apel·la, simplement, a netejar les ciutats de Tunísia d'escombraries. |
10 | কারণ এর মাধ্যমে তিউনিশিয়ার শহরগুলো পরিষ্কারের জন্য আহ্বান জানানো হয়েছে, যেগুলোর মাধ্যমে এর রাস্তাগুলো আস্তাকুঁড়ে পরিণত হয়েছে। | |
11 | এই নীতির উদ্দেশ্য খুবই সহজ। এর ফলে তিউনিশিয়ার নাগরিকদের পাশাপাশি পরিষ্কার পাবলিক স্থান থেকে পর্যটকরাও সুবিধা পাবেন। | El principi és ben simple (…) amb l'objectiu que el ciutadà tunisenc, com també el turista de pas, es beneficiï d'un espai públic net. |
12 | চলুন, দেশের কর্মকর্তাদের আমাদের রাস্তার আসল চেহারা এবং পরিবেশ দূষণের বাস্তব চিত্র দেখিয়ে দিই। | Ensenyem als responsables del país la cara real dels nostres carrers i la pol·lució del medi. |
13 | গত এপ্রিল মাসে, সরকার রাস্তায় জমে থাকা আনুমানিক ৩০০ হাজার টন আবর্জনা সরিয়ে ফেলেছে এবং পরিস্কারক শ্রমিকদের গৃহীত অসুস্থ ছুটির সংখ্যা বৃদ্ধি করেছে। | L'abril passat, el govern va calcular que les escombraries acumulades als carrers arribaven a les 300.000 tones i en culpaven les infrastructures ‘malmeses' de recollida i l'augment de les baixes laborals dels escombriaires. |
14 | দেশের বিভিন্ন অঞ্চলে কর্তৃপক্ষ এবং সুশীল সমাজের দল দ্বারা চালুকৃত একাধিক পরিচ্ছন্নতা প্রচারণা সত্ত্বেও আবর্জনার স্তুপ বেড়েই চলেছে। | Malgrat múltiples campanyes de neteja llançades per les autoritats i grups de la societat civil en moltes regions del país, la brossa continua amuntegant-se. |