Sentence alignment for gv-ben-20120321-23734.xml (html) - gv-cat-20120323-1414.xml (html)

#bencat
1তুরস্ক: নওরোজ উদযাপনকারী কুর্দী – দাঙ্গা পুলিশ সংঘর্ষ অব্যহতTurquia: la policia antiavalots torna a enfrontar-se amb els kurds que celebren el Nevruz
2কুর্দী জনগণ তুরস্কের জনসংখ্যার শতকরা ২০ ভাগ, প্রায় দুই কোটি, সবচেয়ে বড় জাতিগোষ্ঠী।Els kurds són l'ètnia més nombrosa de Turquia: són el 20% de la població (més o menys vint milions de persones).
3তারা রাষ্ট্র-আরোপিত বৈষম্য ও মানবাধিকার লংঘনের শিকার।Han estat víctima de discriminació i els seus drets s'han vist atacats amb el consentiment de l'estat.
4আজ তুরস্কের হাক্কারি প্রদেশের ইউকসেকোভায় কুর্দী জনগণ কুর্দী নববর্ষ- নওরোজ উদযাপনের জন্যে একত্রিত হওয়ার কারণে আক্রান্ত হয়।Recentment, a Yuksekova, un districte de la província de Hakkari, els kurds van ser atacats quan es van reunir per celebrar el Nevruz, la seva festa del cap d'any.
5আহমেদ তুর্ক নামের এক তুর্কি রাজনীতিবিদকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ব্যাটম্যানে ৩২-বছর-বয়েসী আলাত্তিন ওকান নামে একজন কাঁদানে গ্যাসের খোলের আঘাত পায়।Un polític kurd, Ahmed Turk, el van haver d'hospitalitzar i Alaatin Okan, de trenta-dos anys, va rebre l'impacte d'un tub de gas lacrimogen a Batman.
6দু'টি বিখ্যাত কুর্দী ওয়েবসাইট নামিয়ে ফেলা হলে তারা সংঘর্ষ সম্পর্কে কোনো আপডেট পাঠাতে পারেনি।Dues webs kurdes molt visitades van quedar desconnectades a primera hora del matí i no van poder parlar de les topades.
7তাছাড়াও প্রধান ধারার সংবাদ সাইটগুলোও খুব ধীর গতিতে ঘটনাটি কভার করলে, কুর্দী এক্টিভিস্টরা সচেতনতা বাড়াতে সামাজিক মিডিয়ার সাইটগুলো ব্যবহার করেছে।A més, les principals pàgines informatives han trigat molt a tractar la notícia. Els activistes kurds, de fet, han utilitzat les xarxes socials per difondre els fets.
8বিয়ানেট-এ কর্মরত এক সাংবাদিক ফারুক আরহাম একটি ছবি টুইট করেন। এতে তুর্কী দাঙ্গা পুলিশকে একজন কুর্দী মহিলাকে আক্রমণ করতে দেখা যাচ্ছে।Faruk Arhan, un periodista de Bianet, va penjar a Twitter una foto que mostra com els antiavalots turcs atacaven una dona kurda.
9ইউকসেকোভাYüksekova
10ইয়েকবুন আল্প টুইটারে জানান তুর্কি দাঙ্গা পুলিশ এবং নওরোজ উদযাপন করতে চাওয়া কুর্দীদের সংঘর্ষের মাঝেই কুর্দী এমপিকে গ্রেপ্তার করা হয়।Yekbun Alp va dir, també a Twitter, que havien arrestat un diputat kurd enmig de les topades entre la policia antiavalots i els kurds que pretenien celebrar el Nevruz:
11@ইয়েকবুনআল্প: এমপি ওজদাল উসার সিজারের একটি পরিবারের অতিথি ছিলেন এবং সে সময় পুলিশ পরিবারটিকে গ্রেপ্তার করে।@YekburnAlp: el diputat Özdal Ücer era el convidat d'una família a Cizre quan la policia va entrar a la casa i els va arrestar.
12আরেকজন কুর্দী এক্টিভিস্ট এই ছবিটি টুইট করেছেন, যাতে তুর্কী দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে এবং আক্রান্ত না হয়ে কুর্দী নববর্ষটিও পালন করতে না পারায় ক্ষোভ ও হতাশায় কুর্দী যুবকদের পাল্টা পাথর ছুঁড়তে দেখা যাচ্ছে।Un altre activista kurd va penjar aquesta fotografia a Twitter, on es pot observar com la policia antiavalots llança gas lacrimogen i com els joves kurds responen llançant-los pedres per la ràbia i frustració de no poder ni celebrar el seu cap d'any:
13ছবি: @কুজুলকুর্তFoto: @quzzulqurt
14কুর্দীদের নওরোজ উদযাপনে তুর্কি সরকারের বর্বরতায় বিক্ষুব্ধ শত শত কুর্দী এক্টিভিস্টদের একজন সুইডেনের হাওর্তি তোফিক।Hawri Tofik, de Suècia, es trobava entre els centenars d'activistes kurds enfurismats per la brutalitat que el govern turc va mostrar quan celebraven el Nevruz.
15তিনি টুইট করেছেন:Va dir a Twitter:
16@ইইরওয়াহ আমি বুঝতে পারিনা কেন নওরোজ উদযাপন করা অপরাধ?@iirwaH: De debò que no ho entenc. Per què és un crim celebrar el Nevruz?
17আরো কত কুর্দী আহত/নিহত হবে?Quants kurds més quedaran ferits o morts?
18জিয়ান আজাদী এই ছবিটি টুইটারে পাঠিয়ে জানিয়েছেন, ইউকসেকোভায় হাজার হাজার মানুষ জড়ো হওয়ার পর পুলিশ তাদের আক্রমণ করে:Jiyan Azadi va pujar aquesta foto a Twitter dient que desenes de milers de persones es van reunir a Yuksekova i que, més tard, la policia antiavalots els va atacar:
19ছবিটি টুইটারে পাঠিয়েছেন @জিয়ানআজাদীFoto de @jiyanazadi
20ইতোমধ্যে মেলটেমএওয়াই লন্ডন থেকে টুইট করেছেন:Més tard, Meltem Ay, de Londres, va contestar:
21@জিন_জিয়ান_আজাদী: তুরস্ক কেমন বেআক্কেল!@jin_iyan_azadi: Que poc intel·ligent el govern de Turquia!
22স্বৈরাচারী ও নিপীড়ন পদ্ধতি শুধু কুর্দী জনগণকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে মাত্র!Les actuacions dictatorials i opressives només faran que la gent kurda s'uneixi i sigui més forta!
23ইউকসেকোভায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্যে তুর্কি দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস ও জল-কামান ব্যবহার করতে দেখা যাচ্ছে এরকম কয়েকটি ছবি আপলোড করেছে কুর্দী অধিকারের জন্যে জোট।L'Alliance for Kurdish Rights (Aliança pels Drets dels Kurds) va penjar fotografies que mostraven com la policia antiavalots havia fet servir gas lacrimogen i canons d'aigua per dispersar els manifestats del districte de Yuksekova.