Sentence alignment for gv-ben-20130915-38866.xml (html) - gv-cat-20130918-6749.xml (html)

#bencat
1রাশিয়ার সত্যিকারের প্রতীক: একটি চেচেন মসজিদ?El veritable símbol de Rússia, una mesquita txetxena?
2“হার্ট অফ চেচনিয়া” চেচনিয়া,গ্রোজনির মসজিদ, ছবি আন্দ্রে মিয়াকিনফো,১৭ অক্টোবর ২০০৮, সিসি ৩.La mesquita “Cor de Txetxènia” a Grozni, Txetxènia. Fotografía d'Andre Maiakinfo, 17 d'octubre de 2008, CC 3.0.
3০। রাশিয়ার তুলনামুলক কম পরিচিত ১০ টি আকর্ষনীয় পর্যটন কেন্দ্র (আর এর অনুরূপ স্থাপত্য মস্কো পার্কে স্থাপন করা হবে) নিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় দফা ভোট গণনা ৩১ আগস্ট, ২০১৩ তারিখে সংঘর্ষে রূপ নেয়, যখন গ্রোজনির একদল জনতা ভোট প্রদানের জন্য যে সমস্ত মোবাইল কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে, তাদের অফিসে ডিম ছুড়ে মারে।La segona volta del concurs per a escollir les 10 atraccions turístiques menys conegudes de Rússia (i reproduir-les en un parc de Moscou) es va tornar violenta dissabte 31 d'agost del 2013 quan una gentada va començar a llançar ous a les oficines de diverses companyies de telefonia.
4রাশিয়ার প্রধান টেলিভিশন চ্যানেল এবং জিওগ্রাফিক্যাল সোসাইটি এই প্রতিযোগিতার স্পৃষ্ঠপোষক, যা কিনা জুলাই মাসে শুরু হয় তেমন কোন প্রভাব এবং এমনকি সামান্য অংশগ্রহণের মধ্যে দিয়ে।El concurs, que patrocinen la televisió principal de Rússia i la Societat de Geografia, va començar de forma prou inofensiva al juliol, amb poc interès i encara menys participació.
5তবে আগস্ট মাসে চেচনিয়ার প্রধান রামজান কাদিরভ গ্রোজনির প্রধান মসজিদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তার অনুসারীদের ভোট দেওয়ার জন্য উৎসাহ প্রদান করতে থাকেন।Tanmateix, a l'agost, el president de Txetxènia, Ramzan Kadírov, va començar a publicar fotografies de la mesquita principal de Grozni al seu compte d'Instagram i animava els seus seguidors a que votaren per ella.
6দ্বিতীয় দফা প্রতিযোগিতার যতই চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে যেতে থাকে, ততই তালিকায় কাদিরভের মসজিদ এবং কোলমনা এলাকার ক্রেমলিন ( এটি মস্কোর ৬০ মাইল দক্ষিণপশ্চিমে অবস্থিত) -এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়।Un cop es va tancar la segona volta del concurs es va poder comprovar que els resultats de la mesquita de Kadírov i el del Kremlin de Kolomna (a uns 95 km al sud-oest de Moscou) havien quedat molt igualats.
7এতে হার্ট অফ চেচনিয়া নামের মসজিদ খুব স্বল্প ব্যবধানে পরাজিত হয় এবং প্রায় সাথে সাথে কাদিরভ নীচের বার্তাসহ মসজিদের সাদাকালো একটি ছবি তার ইনস্টগ্রামে একাউন্টে পোস্ট করে :La mesquita “Cor de Txetxènia” va perdre per molt poca diferència i, gairebé immediatament, Kadírov va publicar [ru] al seu compte d'Instagram una fotografia en blanc i negre de la mesquita amb el missatge següent:
8এই কারণে আমরা তাদেরকে বলছি যে এটা এক নিষ্ঠুর প্রতারণা ছাড়া আর কিছুই না, এই বিষয়টি আমরা উপেক্ষা করতে পারি না যে হার্ট অফ চেচনিয়াকে প্রথম স্থানে উঠে আসতে না দেওয়ার জন্য এ সমস্ত হচ্ছে কৃত্রিম প্রতিবন্ধকতা।Per això els hem dit que tot això no és res més que un frau flagrant. A més a més, no podem descartar que siguin barreres artificials amb l'objectiu d'evitar que el Cor de Txetxènia acabi en primera posició.
9ব্লগার ওলেগ কোজিরভ এই কেলেঙ্কারির ঘটনায় তার এই পোস্টের শিরোনাম দেয় “চেচেনিয়া এক নিরপেক্ষ নির্বাচনের জন্য” এবং এতে সে লেখে:El bloguer Olieg Koziriev va publicar un article sobre l'escàndol sota el títol [ru] “Txetxènia està a favor d'una votació justa” en què hi escriu:
10যদি আপনি নিরপেক্ষ নির্বাচন চান - তাহলে এর জন্য যারা লড়াই করছে তাদের সাহায্য করুন, তাদের সাহায্য করবেন না যারা তা ধ্বংস করছে।Si esteu a favor d'una votació justa, ajudeu els que lluiten per ella, i no els que la destrueixen.
11তবে, অনেক রুশ নাগরিক এমনকি জানে না যা রাশিয়ার ১০টি এলাকা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। কোজরভের ব্লগে একজন মন্তব্যকারী খানিকটা বিভ্রান্তের সাথে মন্তব্য করেছে:Tot i això, molts russos ni tan sols sabien que en aquells moments tenia lloc el concurs Rússia 10. Un usuari va contestar [ru] confós a l'article del blog de Koziriev:
12বিষয়টি কি?Què passa?
13আপনারা কি নিয়ে কথা বলছেন?De què parleu?
14২৯ আগস্ট, ২০১৩ তারিখে রমজান কাদিরভ তার ঘোড়সওয়ারের দক্ষতা প্রদর্শন করছে, ছবিটি ইউটিউব থেকে নেওয়া।Ramzan Kadírov presumeix de les seves habilitats eqüestres, 29 d'agost del 2013.
15আরেকজন পাঠক উল্লেখ করছে:Captura de pantalla de YouTube.
16আসুন বিষয়টি মোকাবেলা করি!!!Un altre lector va dir [ru]:
17দাঙ্গাকারী-চেচেনরা নিরপেক্ষ নির্বাচন চায় না, তার বদলে তারা যে কোন মূল্যে তাদের প্রার্থীর (আর এক্ষেত্রে -মসজিদের) জয় চায় )))Admeteu la veritat!!! Els esvalotadors txetxens no volen una votació justa, sinó que guanyi el seu candidat (en aquesta cas, la mesquita) a qualsevol preu
18আরেকজন মন্তব্যকারী জানতে চায় নাগরিকদের কাছে ভোট দেওয়ার জন্য অর্থ কোথা থেকে এলো (যেখানে ভোটের জন্য প্রতিটি এসএমএস-এর মূল্য ৩. ৫৪ রুবেল) ):Un altre volia saber [ru] d'on provenien els diners que van permetre a la gent votar (perquè cada vot per SMS costava 3,54 rubles):
19আমি এই বিষয়টি জানতে বেশী ইচ্ছুক যে চেচনিয়া থেকে আসা প্রায় ৪ কোটি টেক্সট মেসেজের টাকা কে প্রদান করল।M'interessa més saber quin pressupost es va utilitzar per pagar els 40 milions de missatges de text de Txetxènia.
20সকল চেচেন নাগরিক কাদিরভের জন্য ব্যস্ত সমস্ত হয়ে ডজন ডজন এসএমএস পাঠিয়েছে, এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।Realment dubto que tots els txetxens es posessin de cop a enviar desenes de missatges de text per Kadírov.
21এদিকে ব্লগার ওক্সানা ভালভা অভিযোগ করছে :Mentrestant, la bloguera Oksana Volva es queixava [ru]:
22রাশিয়ার প্রতীক হিসেবে সবচেয়ে পরিচিত সম্ভবত একটি ভাল্লুক, একটি মাট্রোসকা পুতুল অথবা যদি আরো বাজে কোন প্রতীক হয় সেটা হবে বালালাইকা নামের বাদ্যযন্ত্র, কিন্তু ইসলামের কোন প্রধান প্রতীক নয়। আর আমার বন্ধুরা, এটি ইতোমধ্যে সরাসরি দখল এবং ইসলামীকরণের আহ্বান, যে কাজে পরিষ্কারভাবে কাদিরভের কোন “লজ্জাবোধ” নেই।Per a la majoria, el símbol de Rússia pot ser l'ós, la matrioixca o, fins i tot, la balalaica, però de cap manera el símbol principal de l'Islam, i això, amics meus, és una crida manifesta a l'ocupació i a la islamització, sobre les quals Kadírov no es mostra gens “tímid”.
23একজন পাঠক বিস্মিত:Un lector es preguntava [ru]:
24আর এখন একটি সহজ প্রশ্ন: রাশিয়ার প্রতীক হিসেবে একটি মসজিদের নাম অর্ন্তভুক্ত করার চিন্তাটা আসলে কার?I ara una pregunta ben simple: qui ha tingut la idea d'incloure una mesquita a la llista dels símbols de Rússia?
25কার মাধ্যমে এই আক্রমণ এবং উত্তেজনার শুরু ?Qui ha començat aquesta provocació flagrant i evident?
26ব্লগার আলেক্সি ফ্রিম্যান গ্রোজনিতে মোবাইল অপারেটরের অফিসে ডিম ছুড়ে মারার বিষয়টিকে একটি “কর্মসূচি” হিসেবে উল্লেখ করেছে এবং লিখেছে:El bloguer Aleksei Freeman va titllar el llançament d'ous a les oficines d'operadors mòbils a Grozni de “pogrom” i va afirmar [ru]:
27বাস্তবতা হচ্ছে, রুশ ফেডারেশনের আইন অনুসারে এই সমস্ত কর্মকাণ্ড অপরাধ হিসেবে বিবেচিত হয়, কিন্তু আপনারা জানেন যে রুশ ফেডারেশনের সকল আইন চেচনিয়ার জন্য প্রযোজ্য নয়।De fet, aquestes accions apareixen al Codi Penal de la Federació Russa, però, com tots sabem, ja fa temps que no totes les lleis de la Federació Russa s'apliquen a Txetxènia.
28তিনি একই সাথে উল্লেখ করেন যে কেবল বিলাইন বা মেগাফোন নামক মোবাইল অপারেটর নয়, সকল মোবাইল কোম্পানীর ক্ষেত্রে বিষয়টি ঘটেছে।També va assenyalar que el problema va ser amb tots els operadors mòbils i no només amb Beeline i Megafon.
29একটি কৌতূহলজনক বিষয় : সকল মোবাইল কোম্পানীর এসএমএস প্রক্রিয়া সমস্যা থাকলেও কেবল বিলাইন এবং মেগাফোন চাপের মধ্যে পড়ে।Un punt interessant: totes les companyies de telefonia [mòbil] van tenir problemes amb el processament dels missatges de text, però només “Beeline” i “Megafon” han rebut crítiques.
30নিঃসন্দেহে বলা যায়, কাদিরভ এই দুটি কোম্পানিকে বাজার থেকে তাড়াতে চাইছে, যাদের উপর তার কোন নিয়ন্ত্রণ নেই।És evident que Kadírov tracta de treure aquestes companyies del mercat, perquè no són sota el seu control.
31জনপ্রিয় ব্লগার ইলিয়া ভারলামভ স্বীকার করেছে যে তার নিজেরও রাশিয়ার এই ১০ টি জায়গা নিয়ে চলা প্রতিযোগিতা সম্বন্ধে সচেতন ছিল না, তবে সে দ্রুত এই প্রতিযোগিতাকে খারিজ করে দেয়।El conegut bloguer Ilià Varlàmov va admetre [ru] que ell tampoc no s'havia assabentat del concurs Rússia 10, però es va afanyar en llevar-li importància.
32বেড়া দিয়ে ঘেরা মস্কো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবনের একপাশ, কয়েকটা বাড়ির বাইরের শৌচাগার এবং করমর্দন রত একটি প্রহরীর আশ্রয়স্থলের ছবি প্রদর্শনের মধ্যে দিয়ে ভারলামোভ রসিকতা করেছে :Varlàmov va compartir una fotografia d'una zona d'obres a la Universitat Estatal de Moscou amb una tanca, un parell de vàters exteriors i una barraca de vigilància i se'n va riure:
33মসজিদ বা ক্রেমলিন কোনটাই রাশিয়ার সত্যিকারের প্রতীক নয়।El veritable símbol de Rússia no és ni una mesquita ni un kremlin.
34রাশিয়ার প্রতীক হচ্ছে বেড়া, গৃহের বাইরের শৌচাগার এবং একজন প্রহরী যে কিনা পাথরের উপর দাড়িয়ে পাহারা দিচ্ছে।Els veritables símbols de Rússia són una tanca, un vàter exterior i un guàrdia vigilant les pedres.
35বাকি সবকিছু অন্তসারশূন্য।La resta és pura vanitat.
36ঘটনার প্রেক্ষাপটে, ২ সোমবা্‌ রাশিয়া ১০ ওয়েবসাইট, একটি বার্তা পোস্ট করেছে, যেখানে তারা তৃতীয় দফা ভোট প্রদানে দেরি হবার কথা ঘোষণা করে, যেহেতু দ্বিতীয় দফা ভোট গণনার বিষয়টি নিরীক্ষণ করা হচ্ছে।Per la seva banda, la pàgina web de Rússia 10 [ru] va publicar un missatge el dilluns 2 de setembre en què anunciava que es retardaria la tercera volta de la votació, ja que s'ha començat una investigació de la segona.