# | ben | cat |
---|
1 | তুর্কমেনিস্তানঃ বিদায় আগস্ট, তরমুজের মাস | Turkmenistan: Adéu agost, mes dels melons |
2 | প্রায়শই বলা হয়ে থাকে যে তুর্কমেনিস্তান হচ্ছে সর্বোচ্চ সরকারি ছুটির দেশ। | Es diu del Turkmenistan que és el país amb el major nombre de festes oficials. |
3 | যার মধ্যে রয়েছে বৃষ্টিপাত দিবস- সোনালী শস্যদানা উৎসব, যা মে মাসে অনুষ্ঠিত হয়ে থাকে অথবা নভেম্বর মাসে তুলা চাষ উৎসব তুর্কমেনিস্তানের ভিন্ন কয়েকটি ছুটির উদাহরণ। | El festival ‘Una gota d'aigua - un gra d'or' el maig, o la celebració de la collita del cotó el novembre en són bons exemples de les festes tan poc comunes que té el Turkmenistan. |
4 | সোভিয়েত যুগ, ইসলাম এবং প্যাগান বা পুরোনো ঐতিহ্যের উদযাপন এর সাথে ডিসেম্বরের ১২ তারিখে উদযাপিত নিরপেক্ষতা দিবস-এর মত রাজনৈতিক দিবসের ছুটিকে যোগ করুন-আর এতে, পরিষ্কার হয়ে যাবে যে ঘরের বাইরে পোলাও খাওয়া এবং একসাথে মিলে নাচার জন্য মধ্য এশিয়ার বিচ্ছিন্ন এই দেশটিতে দিবসের কমতি নেই। | Si afegim a banda una pinçada de celebracions soviètiques, islàmiques i paganes als dies festius de caire purament polític, com ara el Dia de la Neutralitat, el 12 de desembre, queda clar que no són poques les oportunitats per gaudir del pilau al carrer i participar en danses sincronitzades en aquest aïllat estat centreasiàtic. |
5 | আর দেশটির অন্যতম এক প্রিয় ছুটির দিন হচ্ছে তরমুজ দিবস, যা আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের রোববারে পালন করা হয়ে থাকে, তবে সত্যিকার অর্থে তা উক্ত মাসের প্রতিটি দিনই পালন করা হয়ে থাকে, বিশেষ করে যখন দেশটির দামী চাষের জমি মানব প্রজাতির জন্য সুস্বাদু কিছু শস্য উৎপাদন করে থাকে। | Una de les festes oficials més estimades, tanmateix, és el Día del Meló [en] turcman, un esdeveniment que formalment té lloc el segon diumenge d'agost, però que en realitat, se celebra cadascun dels dies del mes, ja que les extenses estepes del país brinden una de les més saboroses collites conegudes per la humanitat. |
6 | ঐতিহ্যগত ভাবে তুর্কমেনিস্তান তার তরমুজের জন্য বিখ্যাত। | El Turkmenistan ha estat tradicionalment conegut pels seus melons. |
7 | এই ছবিতে দেখা যাচ্ছে দেশটির এক বাজারে তরমুজ বিক্রি হচ্ছে। ছবি গ্রিগরি কারামাইয়াঙ্ক। | En la foto, venda de melons en un dels mercats del país. |
8 | অনুমতিক্রমে প্রকাশিত। | Imatge cedida per Grigoriy Karamyanc. |
9 | ‘সবচেয়ে মিষ্টি' ছুটি | La festa ‘més dolça' |
10 | আনুষ্ঠানিকভাবে তরমুজ দিবসে ছুটি প্রদান করার উদ্যোগ গ্রহণ করেন সাপামুরাত নিয়াজভ, ফলের মত মধুর এই ব্যক্তিটি ১৯৯৪ সালে দেশটির প্রথম রাষ্ট্রপতি হন। | La festa oficial del meló fou instaurada per Sapamurat Niyazov, l'afruitat primer president del Turkmenistan el 1994. |
11 | প্রতি বছর এই দিনে দেশটির প্রধান সবাইকে এক অভিবাদন জানিয়ে একটি বক্তৃতা প্রদান করে এবং তুর্কমেন তরমুজের জন্য একটি দিন উদযাপনের দাবী জানায়। | Tots els anys, el cap de l'estat pronuncia un discurs congratulatori i demana la celebració del meló turcman. |
12 | এই রকম একটি বিশ্বাস রয়েছে যে তুর্কমেনিস্তানের তরমুজ এবং খরবুজ বিশ্বের সেরা এবং দেশের প্রায় অদ্বিতীয় সেরা এক ফল। | És una creença incontestada arreu del país que els melons i síndries del Turkmenistan són els millors del món. |
13 | রাষ্ট্রপতি গুরবানগুলায়েভ বেরদামুহামেদভ তরমুজ দিবসে জাতির উদ্দেশ্য ভাষণ প্রদান করেন, যেদিন তিনি জনতাকে স্মরণ করিয়ে দেন, প্রাচীনকাল থেকে তুর্কমেনিস্তান বিশ্বের শ্রেষ্ঠ তরমুজের জন্মভূমি বলে পরিচিত। | El president Gurbanguly Berdymuhammedov [en] es va adreçar a la nació en aquest Dia del Meló, recordant-los que “des de temps immemorials, el Turkmenistan ha estat considerat la pàtria dels millors melons del món”. |
14 | যেমনটা গ্লোবাল ভয়েসেস-এ এর আগে উল্লেখ করা হয়েছে, খুব কম লোকই তার সাথে দ্বিমত পোষণ করে। | Com s'ha dit amb anterioritat a Global Voices, poca gent es molesta [es] mai a contradir-lo. |
15 | ২০১১ সালে তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত তরমুজ দিবস উদযাপন। | La celebració del Dia del Meló turcman el 2011. |
16 | ছবি তুর্কমেনিস্তান ইন্টারন্যাশনাল ম্যাগাজিন-এর। | Imatge de la Revista Internacional del Turkmenistan. |
17 | এই দিনে ঐতিহ্যগত ভাবে তুর্কমেনিস্তান সরকার তরমুজ চাষীদের মাঝে পুরস্কার প্রদান করেন এবং এই ফসল চাষের দিবসটিকে সবাই গান আর নাচের মাধ্যমে উদযাপন করে থাকে, যেমনটা এই ভিডিওতে দেখা যাবে। | Tradicionalment, el govern turcman atorga premis als conreadors de melons i festeja la collita amb concerts i balls, com pot veure's en aquest vídeo. |
18 | দৃশ্যত মনে হচ্ছে তুর্কমেনিস্তান সরকার গত বছরের মত এ বছরও এই ছুটির দিনটিকে গুরুত্বের সাথে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। | Sembla que enguany els turcmans es van prendre la festa tan seriosament com en els anys passats. |
19 | এর কয়েকদিন আগে তালয়াপ্লার. কমে বেলিগ্লিয়ার লিখেছিল [তুর্কমেন ভাষায়] : | Uns pocs dies abans, belgiger va escriure [tk] a Talyplar.com: |
20 | শুভ অনাগত তরমুজ দিবস! | Feliç pròxim dia del meló! |
21 | আশখাবাত-এ ২০১২-এর তরমুজ দিবস উদযাপনে শিশুরা। | Nens a la celebració del Dia del Meló, Ashgabat 2012. |
22 | ছবি তুর্কমেনিস্তান রাষ্ট্রীয় তথ্য সেবা সংস্থার। | Imatge del Servei Estatal d'Informació del Turkmenistan. |
23 | এই বিষয়ে সাড়া প্রদানকারী বেশ কিছু ব্যক্তি গণ উদযাপনের সময় ছাত্রছাত্রীদের যুক্ত হবার বর্তমান অনুশীলন নিয়ে রসিকতার সাথে আলোচনা করেছে। | Alguns dels apel·lats van fer servir la discussió per a bromejar sobre la pràctica habitual d'involucrar els estudiants en les festes oficials. |
24 | বাহবিত পোস্ট করেছে [তুর্কমেন ভাষায়]: | Bahbit va postejar [tk]: |
25 | আগামীকাল, ১২ তারিখে [আগস্ট মাসের], বিকাল ৫টার সময় এম্ফিথিয়েটারে আমরা [তরমুজ দিবস] উদযাপন করতে যাচ্ছি । | Demà dia 12 [d'agost], celebrarem [el Dia del Meló] a les 17:00 a l'amfiteatre. |
26 | যদি আপনারা চান, তাহলে এখানে আসুন এবং আমাদের সাথে যোগ দিন, তরমুজ খাওয়ার জন্য। | Veniu a menjar meló amb nosaltres si voleu. |
27 | দুইয়াগুর এতে সাড়া দিয়েছেন [তুর্কমেন ভাষায়]: | Duygur respon [tk]: |
28 | না, আমাকে দাওয়াত দিবেন না। | No, no m'inviteu. |
29 | এই সমস্ত ছুটিতে আমরা যথেষ্ট দাওয়াতে অংশ নিয়েছি। | Ja hem assistit a suficients esdeveniments al llarg de les festes. |
30 | তারা যেন আর আমাদের দাওয়াত না দেয়, আসুন তার ব্যবস্থা করি। | Per favor que no ens conviden. |
31 | এ বছর তুর্কমেন তরমুজ দিবসে আশখাবাত-এ স্কুলের ছেলেমেয়েরা অনুষ্ঠান প্রদর্শন করছে। ছবি তুর্কমেনিস্তান:দি গোল্ডেন এজ ওয়েবসাইট-এর। | Escolars actuant en la celebració del Dia del Meló turcman d'enguany a Ashgabat. |
32 | সবচেয়ে মিষ্টি এই ছুটির দিন নিয়ে দৃশ্যত বিদেশী পাঠকেরাও উচ্ছসিত এবং বিশেষ করে তুর্কমেনিস্তানের তরমুজ নিয়ে। | Imatge de Turkmenistan: The Golden Age website [Turkmenistan: el web de l'Edat d'Or]. |
33 | টুইটারে, কেটি আউনে এই উৎসব নিয়ে তৈরি হওয়া এক প্রশ্নের ব্যাপারে জবাব প্রদান করেছেন : | En Twitter, Katie Aune respon [en] a una pregunta sobre el festival: |
34 | তরমুজ দিবস পালন করার জন্য [আমি] সেখানে যাইনি। | No hi vaig ser el Dia del Meló. |
35 | তবে তরমুজগুলো আসলে উত্তম ছিল! | Però el meló estava realment bo!:) |
36 | আশখাবাত-এ তুর্কমেনিস্তান তরমুজ দিবস ২০১২ উদযাপন করা হচ্ছে। | Celebració del Dia del Meló turcman a Ashgabat, 2012. |
37 | ছবি তুর্কমেনিস্তান: দি গোল্ডেন এজ ওয়েবসাইটের। তবে মনে হচ্ছে এতে অনেকের উৎসাহ বেশ কম। | Imatge de Turkmenistan: The Golden Age website [Turkmenistan: el web de l'Edat d'Or]. |
38 | নিকোলাস ক্লাইটর বলছে: সবাইকে তরমুজ দিবসের শুভেচছা পাঠানোর মধ্যে দিয়ে বর্তমানে আমি আমার ৮ জন অনুসারীকে হারিয়েছে। | He perdut 8 seguidors des que vaig desitjar tothom un Feliç Dia del Meló turcman. |
39 | যারা মনেপ্রাণে তরমুজ ঘৃণা করে তাদের প্রতি আমি আরো একবার আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। | De nou, les meues sinceres disculpes als autoritaris enemics del meló. |
40 | তবে শেষে বিষয়টি নিয়ে ঝামেলা মিটে যায়: | Però al final tot va anar bé: |
41 | কয়েকদিন আগে “তুর্কমেন তরমুজ দিবস” নামক হঠকারিতায় আমি আমার যে সমস্ত অনুসারী হারিয়েছিলাম তাদের সকলকে আমি আবার ফিরে পেয়েছি। যারা এখনো আমার সাথে আছে তাদের সকলকে ধন্যবাদ। | He recuperat tots els seguidors que havia perdut amb la meua planxa sobre el Dia del Meló turcman fa uns dies. |
42 | আশখাবাত-এ তুর্কমেন তরমুজ দিবস ২০১২ উদযাপিত হচ্ছে। ছবি তুর্কমেনিস্তান:দি গোল্ডেন এজ ওয়েবসাইটের। | Gràcies a tots els qui em vau fer costat |
43 | এভরি ডে'স এ হলিডে নামক ব্লগের এক ব্লগার পরিহাসের সাথে তুর্কমেনিস্তানের ছুটির দিনগুলোর বিষয়ে বর্ণনা করেছে, এবং যারা তরমুজ এবং শসা জাতীয় ফল খায় সেই কিউকারবেটিসিয়ানদের ১২ আগস্ট দিনটি যাতে শুভ দিন হিসেবে অতিবাহিত হয়, তার জন্য শুভেচছা জানিয়েছে। | |
44 | এদিকে ব্লগের অন্যতম কে পাঠক তুর্কমেনিস্তানে ক্ষমতার পথ এবং তার বিখ্যাত তরমুজের মাঝে এক যোগসূত্র তৈরি করেছে: | |
45 | ‘পশ্চিম তারার রাজ্যে ভুতুড়ে ট্রেন' (ঘোস্ট ট্রেন ইন ইস্টার্ন স্টার) নামক বইয়ে লেখক তুর্কমেনিস্তানের প্রাক্তন নেতা নিয়াজভ-এর উন্মাদনা এবং আত্ম-অহংকারের বিষয়ে বেশ কিছুটা উল্লেখ করেছে। | En el llibre “Ghost Train to the Eastern Star” (“Tren fantasma a l'Estrella de l'Orient”), l'autor té molt a dir sobre la bogeria i l'arrogància de l'abans líder del Turkmenistan, Niyazov. |
46 | কাজে যখন সে তরমুজের জন্য একটি ছুটির দিন ঘোষণা করল, তখন তা আমাকে আদৌ বিস্মিত করেনি। | Així que no em sorprén EN ABSOLUT que declarara una festa del meló. |
47 | তুর্কমেনিস্তানে ‘মধু' তরমুজ। | Meló verd turcman. |
48 | ছবি তুর্কমেনিস্তান: দি গোল্ডেন এজ ওয়েবসাইটের। | |
49 | বিশেষ দ্রষ্টব্যঃ তাজিকিস্তান নামক রাষ্ট্রটি তুর্কমেনিস্তানকে অনুসরণ করে বিগত ছয় বছর বা তার আগে থেকে নিজস্ব ‘তরমুজ দিবস' পালন করা শুরু করেছে। | |
50 | তবে এ বছর দেশটির সরকার তরমুজ দিবসকে, ২ সেপ্টেম্বর মধু দিবসের সাথে মিলিয়ে একত্রে ‘তরমুজ এবং মধু দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে [রুশ ভাষায়]। | |
51 | তাজিকিস্তানের দক্ষিণ অঞ্চল থেকে বিবিসি দেশটির তরমুজ এবং মধু দিবস উদযাপনের এই ছবি সংবাদটি তুলে ধরেছে। | Imatge de Turkmenistan: The Golden Age website [Turkmenistan: el web de l'Edat d'Or]. |