Sentence alignment for gv-ben-20130128-34962.xml (html) - gv-cat-20130124-3941.xml (html)

#bencat
1গ্যাবন থেকে মালি: আফ্রিকায় ফ্রান্সের সামরিক হস্তক্ষেপের ইতিবৃত্তLes intervencions militars franceses a l'Àfrica La intervenció militar francesa a Mali, anomenada Operació Serval [es], va començar l'11 de gener com a reacció/a conseqüència de l'avanç dels grups islamistes [fr] cap a Bamako.
2[উল্লেখ ব্যতীত সবগুলো লিংক-ই ফরাসিতে] ইসলামি উগ্রপন্থীরা বামাকোর দিকে অগ্রসর হলে গত ১১ জানুয়ারি ২০১৩ তারিখে ফ্রান্স মালিতে সেনা হস্তক্ষেপ করে।Tot i que ha estat lloada per una part important de la població de Mali [en] i nombrosos observadors exteriors [fr], aquesta intervenció s'allunya de la línia no-intervencionista mantinguda fins ara pel president francès François Hollande a l'Àfrica.
3ফরাসি সেনাবাহিনীর এই অভিযান ‘অপারেশন সারভাল' [ইংরেজি] নামে পরিচিত।Fes clic per veure el mapa interactiu de Google realitzat per Jeune Afrique.
4মালির জনসংখ্যার একটি বড়ো অংশ এবং অনেক বিদেশী পর্যবেক্ষক এই অভিযানের প্রশংসা করেছেন।A un article titulat Àfrica: per què les intervencions franceses a l'Àfrica no provoquen protestes… [fr], François d'Alençon escriu:
5যদিও এই সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে আফ্রিকায় হস্তক্ষেপ না করার অবস্থান থেকে সরে এলেন ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ।Estrany… la intervenció francesa a Mali no molesta a ningú mentre que accions americanes similars provocarien una tempesta de protestes… És l'avantatge de no ser una súper potència.
6View L'intervention militaire étrangère au Mali in a larger mapI cita extractes del diari txec Lidové noviny:
7মালির সংঘর্ষের গুগল ইন্টারঅ্যাকটিভ ম্যাপ।Els francesos han intervingut més de 50 vegades a l'Àfrica després de 1960.
8একেঁছেন জিয়ন আফ্রিকি। আফ্রিকায় ফরাসি সেনা হস্তক্ষেপ নিয়ে সারাবিশ্বের কোথাও প্রতিবাদ না হওয়ায় বিস্মিত হয়েছেন ফ্রান্সিস ডি'অ্যালেনকোন:Han combatut al Txad, a la guerra no declarada amb Líbia, han protegit els règims de Djibouti i de la República Centreafricana dels rebels, han evitat un cop d'estat a les Comores, van intervenir a la Costa d'Ivori.
9অদ্ভুত ব্যাপার… আমেরিকার সেনা হস্তক্ষেপ নিয়ে যেভাবে প্রতিবাদের ঝড় বয়ে যায়, মালিতে ফরাসি হস্তক্ষেপ নিয়ে সেরকম কিছুই হচ্ছে না… তারা আমেরিকার মতো মহাশক্তিধর নয় বলেই কি! বিষয়টি ব্যাখ্যার জন্য সে লিডোভি নোভিনি পত্রিকা থেকে উদ্ধৃতি দিয়েছে:Ja sigui per preservar els interessos econòmics, protegir els residents francesos o demostrar l'estatus de gran potència del país, els inquilins del Palau de l'Elisi, tant de dretes com d'esquerres, han manifestat amb freqüència la seva inclinació per les accions unilaterals… Tanmateix, ningú ha protestat mai… Si els Estats Units intervinguessin amb una vehemència així, hi hauria protestes interminables a Europa.
10ফ্রান্স ১৯৬০ সাল থেকে আফ্রিকায় ৫০ বারের বেশি সেনা হস্তক্ষেপ করেছে।
11তারা চাঁদে, লিবিয়ায় যুদ্ধ করেছে।I les ambaixades americanes veurien desfilar diplomàtics enfadats, començant pels francesos.
12বিদ্রোহের হাত থেকে জিবুতি ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রকে রক্ষা করেছে। কমোরোসে ক্যু প্রতিরোধ করেছে।Mapa de la rebel·lió tuareg a l'Azawad, al nord de Mali indicant els atacs dels rebels el 5 d'abril de 2012 per Orionist a Wikipédia (CC-BY-3.
13আর আইভরি কোস্টে সামরিক হস্তক্ষেপ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ভবনে বাম কিংবা ডান যারাই ক্ষমতায় আসুক অর্থনৈতিক স্বার্থ রক্ষা কিংবা ফরাসি নাগরিকদের নিরাপত্তা অথবা নিজেদের নিছক শক্তিপ্রদর্শনের জন্য আফ্রিকায় অভিযান পরিচালনা করেছে।0) A continuació, oferim una cronologia d'aquestes intervencions franceses [són nombroses, però contràriament al que afirma el diari, hi ha menys de 50] feta utilitzant la crida de les principals intervencions militars franceses [fr] a l'Àfrica de Nestor N'Gampoula i la de Jean-Patrick Grumberg per Dreuz.info, la qual subratlla que aquestes intervencions militars de França a l'Àfrica són principalment a les seves antigues colònies:
14কিন্তু কেউই এর প্রতিবাদ করেনি। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের কোনো আচরণ করতো, ইউরোপে ব্যাপক প্রতিবাদ হতো।L'any 1964, després d'una temptativa de cop d'Estat contra el règim d'aleshores, les tropes aèries desembarquen a Libreville, al Gabon.
15মার্কিন দূতাবাসের দরজা দিয়ে রাগী কূটনৈতিকরা ঢুকে পড়তো।De 1968 a 1972, els contingents francesos participen a la lluita contra la rebel·lió al Tibesti [fr], regió del nord del Txad.
16আর এটা হতো একজন ফরাসি কূটনৈতিক দিয়েই। উত্তর মালির আজাওয়াডের টুয়ারেগ বিদ্রোহের মানচিত্র।L'any 1978 al Zaire (actual República democràtica del Congo), 600 legionaris francesos es rendeixen a la ciutat de Kolwezi [es], al sud-est, per socórrer milers d'africans i d'europeus amenaçats pels rebels katanguesos.
17এখানে ৫ এপ্রিল ২০১২ তারিখের বিদ্রোহীদের আক্রমণের চিত্র দেখা যাচ্ছে।Aquesta misió respon a la crida del president Mobutu Sese Seko d'ajudar el seu país. L'operació va costar la vida de 5 legionaris, però va permetre evacuar a 2.700 occidentals.
18(সিসি-বিওয়াই- ৩. ০) সময়ানুক্রমে আফ্রিকায় ফ্রান্সের সামরিক হস্তক্ষেপের চিত্র নিচে তুলে ধরা হলো।L'any 1979 a la República Centreafricana, l'emperador Jean-Bedel Bokassa I és destituït per paracaigudistes francesos de l'Operació Barracuda[fr].
19দুটি লেখার ওপর ভিত্তি করে এটা করা হয়েছে: এর একটি ওয়েল ডি'আফ্রিক-এর জন্য লিখেছেন নেসটর এন'গামপাউলা।De 1983 a 1984, al Txad França emprèn l'Operació Manta, amb 3.000 homes, per fer front a una ofensiva d'opositors armés recolzats per Líbia.
20ড্রুয়েজ ইনফো'র জন্য আরেকটি লিখেছেন জাঁ-প্যাট্রিক গ্রুমবার্গ।Dos anys més tard, és a dir, l'any 1986, una altra acció militar francesa aèria, anomenada “Operació Épervier”, va ser desplegada després d'una ofensiva antigovernamental.
21গ্রুমবার্গ ঔপনিবেশিক কালে আফ্রিকায় ফ্রান্সের সামরিক হস্তক্ষেপের বেশিরভাগগুলোই তার লেখায় যোগ করেছেন:L'any 1989 a les Comores, després de l'assassinat del president Ahmed Abdallah [es] i la presa de poder del país pels mercenaris del francès Bob Denard [es], uns 200 soldats francesos desembarcaren, exigint així a aquests últims abandonar el país.
22শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ক্যু করার উদ্দেশ্যে ১৯৬৪ সালে ফরাসি বিমান সেনা গ্যাবনের লিভারভ্যালিতে নামে।L'any 1990, París envia al Gabon les tropes, a Libreville i a Port-Gentil [es] per reforçar el dispositiu francès, amb greus motins com a a conseqüència.
23ক্যু শেষে তারা ফিরে যায়।L'operació va permetre l'evacuació d'uns 1.800 estrangers.
24১৯৬৮ থেকে ১৯৭২ পর্যন্ত চাঁদের উত্তরাঞ্চলের শহর তিবেস্টিতে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে ফরাসি সেনারা অংশ নেয়।
25১৯৭৮ সালে ফ্রান্স জায়ারের (বর্তমানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র) কোলওয়েজি শহরে ৬০০ লিজিয়ন সেনা পাঠায়।L'any 1991 al Zaire (actual República democràtica del Congo), les tropes belgues i franceses aconsegueixen evacuar als estrangers després de violents motins i saquejos al país.
26সেনা পাঠানোর উদ্দেশ্য ছিল কাটানগান বিদ্রোহীদের হুমকিতে থাকা কয়েক হাজার আফ্রিকান, ইউরোপিয়ান নাগরিককে রক্ষা করা।L'any 1991, les tropes franceses amb base a Djibouti ajuden la rebel·lió afar [fr] i desarmen els soldats etíops que travessen la frontera després de l'enderrocament del president etíop Mengistu Hailé Mariam.
27জায়ারের প্রেসিডেন্ট মবুতু সেসে সেকোর অনুরোধেই ফ্রান্স এই অভিযান পরিচালনা করে।
28অভিযানে ৫ জন লিজিয়ন সেনা নিহত হন। তবে ২ হাজার ৭০০ জন পশ্চিমা নাগরিক এতে রক্ষা পায়।L'any 1994, les tropes franceses i belgues evacuen els europeus de Ruanda mentre que els hutus massacren a centenes de milers de tutsis.
29১৯৭৯ সালে অপারেশন বারাকুডার সময়ে ফ্রান্সের প্যারাট্রুপাররা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজা জাঁ-বেডেল বোকাসাকে উদ্ধার করে।
30১৯৮৩ থেকে ১৯৮৪ পর্যন্ত ফ্রান্স চাঁদে অপারেশন মান্টা পরিচালনা করে।
31এ সময়ে তারা লিবিয়া সমর্থিত ৩ হাজার বিদ্রোহীর মুখোমুখি হয়। দুই বছর পরে, আরেকটি ফরাসি সেনা অভিযান পরিচালনা করে।Més tard, el mateix any, uns 2.500 soldats francesos, recolzats pels contingents de països africans, llançant l'”Operació Turquoise”[fr], descrita com un esforç humanitari, del Zaire a l'est de Ruanda.
32‘অপারেশন ইপারভিয়ার' নামে পরিচিত এই অপারেশন পরিচালিত হয়েছিল আকাশ পথে। সরকারবিরোধী আক্রমণের পরে এই অভিযান পরিচালিত হয়েছিল।L'any 1995, un miler d'homes participen a l'operació Azalée [fr], posant fi a un nou cop d'Estat de Denard [es] contra el president Saïd Mohamed Djohar a les Comores.
33১৯৮৯ সালে করোমোসের প্রেসিডেন্ট আহমেদ আবদুল্লাহ গুপ্তঘাতকের হাতে নিহত হওয়ার পর বব ডেনার্ডের নেতৃত্বে ২০০ ফরাসি সেনা করোসাসে এসে বিদ্রোহীদের দেশ থেকে বিড়াতন করে।
34১৯৯০ সালে সামরিক ঘাঁটি পুনর্স্থাপনের উদ্দেশ্যে ফ্রান্স গ্যাবনের লিভারভ্যালি এবং পোর্ট-জেন্টিলে সেনা পাঠায়।L'any 1996, a la República Centreafricana, a conseqüència de motins armats contra el president escollit Ange-Félix Patassé[es], l'operació Almandin [fr] assegura la seguretat dels estrangers amb l'evacuació de 1.600 persones.
35উল্লেখ্য, ভয়ংকর দাঙ্গায় সামরিক ঘাঁটির বেশ ক্ষতি হয়েছিল। এই অপারেশনের সময় ১ হাজার ৮০০ বিদেশীকে সরিয়ে নয়া হয়েছিল।L'any següent, 1997, concretament després de l'assassinat de dos militars francesos, una operació francesa va ser ordenada contra els rebels a Bangui (República Centreafricana).
36১৯৯১ সালে জায়ারেতে দেশজুড়ে রক্তক্ষয়ী দাঙ্গা ও লুটপাতের সময়ে বেলজিয়াম এবং ফরাসি সেনারা অভিযান চালিয়ে বিদেশীদের সরিয়ে নেয়।El mateix any 1997, uns 1.200 soldats francesos socorren els habitants francesos i africans durant els combats entre l'armada congolesa i els partidaris del cap militar congolès Denis Sassou Nguesso [fr], avui president de la República del Congo [es].
37১৯৯১ সালে ইথিওপিয়ান সৈন্যদের নিরস্ত করতে ফ্রান্স জিবুতির আফার বিদ্রোহে সাহায্য করার জন্য সৈন্য পাঠায়।
38ইথিওপিয়ান সেনারা ইথিওপিয়ান প্রেসিডেন্ট মেনগিস্টু হাইলে মারিয়ামকে উৎখাত করতে সীমানা অতিক্রম করেছিল।L'any 2002, les forces franceses preparen l'operació Licorne [fr] per ajudar als occidentals atrapats per una sublevació militar que tingué com a conseqüència la divisió de la Costa d'Ivori en dos.
39১৯৯৪ সালে রুয়ান্ডাতে হুতুরা হাজার হাজার টুটুদের ওপর গণহত্যা চালানোর সময় ফ্রান্স এবং বেলজিয়ামের সৈন্যরা অভিযান চালিয়ে ইউরোপিয়ানদের সরিয়ে নেয়।L'any 2003, al Zaire (actual República democràtica del Congo), l'operació Artémis [fr] a l'Ituri [fr], al nord-est, va assegurar la zona i posà fi als massacres abans del desplegament de 2.000 cascos blaus, dels quals 80% francesos.
40পরের বছরে আফ্রিকান সেনাদের সহায়তায় ২ হাজার ৫০০ ফরাসি সেনা ‘অপারেশন টারকুইসি' শুরু করে।L'any 2004, destruïren a la Costa d'Ivori la petita força aèria ivoriana després que les forces governamentals bombardegessin una base francesa.
41জায়ারে এবং পূর্ব রুয়ান্ডায় মানবিক সহায়তার উদ্দেশ্যে এই সেনা অভিযান শুরু হয়।L'any 2008, una nova intervenció francesa enforteix el règim del president txadià Idriss Deby i evacua els estrangers durant els atacs dels rebels que han travessat el Sudan.
42১৯৯৫ সালে বব ডেনার্ডের নেতৃত্বে হাজার খানেক সৈন্য'র ‘অপারেশন আজালিয়া' কমোরিয়ান প্রেসিডেন্ট সাঈদ মোহাম্মদ জোহারের বিরুদ্ধে পরিচালিত অভ্যুত্থান নস্যাত করে দেয়।
43১৯৯৬ সালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট আন্জে-ফেলিক্স পাটাসের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের সময় ফরাসি সেনারা ‘অপারেশন আলমান্ডিন' এর মাধ্যমে ১ হাজার ৬০০ বিদেশীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।
44এর পরের বছর ১৯৯৭ সালে দুইজন ফরাসি সেনা নিহত হওয়ার পর ফ্রান্স ব্যানগুই সমর্থিত অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করে।
45একই বছরে কঙ্গোর সেনাবাহিনী এবং মিলিটারি লিডার ডেনিস সাসিউ এনগুইসোর মধ্যে যুদ্ধ চলাকালীন সময়ে ১ হাজার ২০০ ফরাসি সেনা অভিযান চালিয়ে ফরাসি ও আফ্রিকান প্রবাসীদের উদ্ধার করে।
46২০০২ সালে আইভরি কোস্টে সেনা উত্তেজনার চলার সময়ে দেশটি দুই অঞ্চলে বিভক্ত হয়। এ সময়ে সংঘর্ষে আটকে পড়া পশ্চিমাদের উদ্ধারে ফরাসি সেনারা ‘অপারেশন লিকর্নি' পরিচালনা করে।L'any 2011 a Líbia [es] els avions francesos són els primers a bombardejar les forces de Moammar al-Gaddafi al març, després del vot de l'Organització de Nacions Unides que autoritza la intervenció a Líbia per protegir els civils capturats durant una rebel·lió contra Kadhafi.
47২০০৩ সালে জায়ারের আইটুরি এলাকা নিরাপদ রাখতে এবং গণহত্যা বন্ধ করতে অপারেশন ‘অপারেশন আর্টেমিস' চালানো হয়।L'OTAN va prendre el control de la missió global el 31 de març, que va permetre als rebels libis vèncer les forces del govern i prendre el poder.
48এতে ২ হাজার শান্তিরক্ষী বাহিনী অংশ নেয়, যার ৮০ শতাংশই ছিল ফরাসি। ২০০৪ সালে আইভরি কোস্টের সরকার ফরাসি সেনা ঘাঁটিতে বোমা হামলা চালানোর পর ফরাসি সেনারা একটি ছোট্ট আইভরিয়ান বিমানঘাঁটি উড়িয়ে দেয়।L'any 2011 - Costa d'Ivori - Les forces franceses fan inclinar la balança cap al costat de les forces de l'ONU en el moment en que esclata la guerra civil, que ha esclatat després de la negació de Laurent Gbagbo a dimitir i a acceptar la victòria electoral d'Alassane Quattara com a president.
49২০০৮ সালে চাঁদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি প্রতিবেশী দেশ সুদানের বিদ্রোহী কর্তৃক আক্রান্ত হলে ফরাসি সেনারা বিদেশীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে অভিযান পরিচালনা করে।França havia decidit trencar amb el seu paper de “policia de l'Àfrica” negant-se a intervenir de nou a la República Centreafricana, on François Bozizé (antic cap de les armades que va arribar al poder amb un cop d'estat que va destituir el president escollit Ange-Félix Patassé [es] el 15 de març) fa front a una rebel·lió [es].
50২০১১ সালে মার্চ মাসে বেসামরিক নাগরিকদের রক্ষায় জাতিসংঘ লিবিয়ার ওপর সামরিক হস্তক্ষেপ অনুমোদনের পর ফরাসি বিমানবাহিনী প্রথম গাদ্দাফির বাহিনীর ওপর হামলঅ পরিচালনা করে।
51৩১ মার্চ ন্যাটো লিবিয়ায় সামরিক অভিযান পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে নেয়।Llavors no podia saber que els esdeveniments a Mali [fr] acabarien espentant-lo a l'acció:
52এই অভিযানের উদ্দেশ্য ছিল সরকারের বিরুদ্ধে লড়ে ক্ষমতা দখল করতে বিদ্রোহীদের সহযোগিতা করা।2013 - Mali [es] - Els francesos bombardegen els rebels islàmics després que hagin intentat ampliar la base del seu poder dirigint-se cap a la capital maliana, Bamako.
53২০১১ সালে আইভরি কোস্টে গৃহযুদ্ধ চলার সময়ে কুয়াত্তারার পক্ষে ভারসাম্য বজায় রাখতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর পাশাপাশি ফরাসি সেনারাও নামে।
54নির্বাচনে জয়ী হওয়ার পর আলাসানে কুয়াত্তারাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়ার পরেও লরেন্ট জিবাগবো পদত্যাগ করতে অস্বীকার করায় এই যুদ্ধ শুরু হয়।
55ফ্রান্স ‘আফ্রিকার পুলিশ'-এর ভূমিকা থেকে বের হয়ে আসতেই মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছিল।
56উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফ্রানকোইস বোজিজি (সাবেক সেনা প্রধান যিনি ২০০৩ সালের ১৫ মার্চ নির্বাচিত প্রেসিডেন্ট আন্জে-ফেলিক্স পাটাসের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করেছিলেন) বিদ্রোহের সম্মুখীন হয়েছিলেন।
57তিনি কতটা জানতেন যে মালির ঘটনা তাকে শক্তি জোগাবে:França ja havia avisat que el control del nord de Mali pels rebels suposava una amenaça per a la seguretat d'Europa.
58২০১৩ সালে ইসলামী জঙ্গীরা মালির রাজধানী বোমাকোর দিকে অগ্রসর হলে ফরাসিরা তাদের বিরুদ্ধে বোমাবর্ষণ করে।Al mateix temps, França va organitzar una operació comando per intentar salvar un ostatge francès detingut pels militants de Shabaab a Somàlia, també aliats d'Al-Qaïda.
59ফ্রান্স ইতোমধ্যে সতর্ক করে বলেছে যে, ইসলামী জঙ্গীরা যদি মালির উত্তরাঞ্চল দখল করে নেয়, তবে তা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হবে।
60একই সময়ে সোমালিয়ায় আল কায়েদার সহযোগী জঙ্গী সংগঠন আল শাহাবের হাতে জিম্মি এক ফরাসি নাগরিককে উদ্ধারে ফ্রান্স কমান্ডো অভিযান পরিচালনা করে।
61তবে জঙ্গীরা জিম্মিকে হত্যা করে।L'ostatge va ser assassinat [fr].