Sentence alignment for gv-ben-20120501-25872.xml (html) - gv-cat-20120503-1849.xml (html)

#bencat
1ভারতঃ নতুন প্রণীত তথ্য প্রযুক্তি আইনের বিরুদ্ধে প্রতিবাদÍndia: Protestes contra les noves regles de Tecnologies de la Informació
2২০১১ সালের এপ্রিল মাসে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় অনেকটা নীরবে তথ্য প্রযুক্তি বিধিমালা ২০১১ (মাধ্যমিক পর্যায়ের নির্দেশীকা) জারি করে, ওয়েবের “অপমানজনক”, “হয়রানি”, “ধর্ম নিন্দা” অথবা “ঘৃণা” ছড়ানোর উপাদান নিয়ন্ত্রণের জন্যে।A l'abril del 2011 el ministre de Tecnologies de la Informació i la Comunicació de l'Índia va fer públic discretament les “Regles de les Tecnologies de la Informació (Pautes Intermediàries)” que suposa la restricció de contingut titllat de “despectiu, atiador, blasfem o odiós” que aparegui en pàgines web.
3দি সেন্টার অফ ইন্টারনেট অ্যান্ড সোসাইটির ব্লগে রিশাভ দারা উল্লেখ করেন যে এই বিধি ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতার উপর এক তীব্র প্রভাব ফেলবে।Rishabh Dara, al Centre per a l'Internet i Societat, menciona les esgarrifoses conseqüències de la norma que afecta la llibertat d'expressió a Internet.
4উপরন্তু, ভারত সরকার নিয়ন্ত্রণের এই বিষয়টি নিশ্চিত করার জন্যে যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছে যাতে ভারত-ভিত্তিক আপত্তিকর বিষয়গুলো বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক সাইট যেমন ফেইসবুক, গুগল এবং ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়।A més a més, el govern indi ha demanat als Estats Units que asseguri que el contingut ofensiu concretament a l'Índia es retiri de les xarxes socials com Facebook, Google i Youtube.
5সংবাদের সূত্রানুসারে একই সাথে সরকার চাইছেন যেন আন্তর্জাতিক এই সব প্রতিষ্ঠানগুলো ভারতে তাদের সেবা প্রদান কেন্দ্র (সার্ভার) স্থাপন করে যাতে স্থানীয়ভাবে এই সমস্ত উপাদান নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।Segons les notícies també volen que aquests proveïdors de servei internacional posin en marxa uns servidors a l'Índia perquè reguli el contingut a nivell local.
6“আপত্তিকর” বিষয়বস্তুর উপস্থিতির জন্যে আমরা ইতোমধ্যেই বেশকিছু বিষয় অনলাইন থেকে সরিয়ে নেওয়ার মত ঘটনার মুখোমুখি হয়েছি।Ja hem constatat que han estat retirats diversos continguts per incloure informació “ofensiva”.
7বিনয় নাইডু জানাচ্ছে, কিভাবে মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ কার্টুনিস্ট অসীম ত্রিবেদির কার্টুনএগেনেইস্টকরাপশন (www.cartoonsagainstcorruption.com) নামক ওয়েবসাইট-এর উপর এক নিষেধাজ্ঞা জারি করেছে।Vinaya Naidu explica que la Divisió de Delinqüència de la Policia de Mumbai va prohibir el web del dibuixant Aseem Trivedi www.cartoonsagainstcorruption.com perquè les seves vinyetes no mostraven respecte a la nació:
8মূলত অসীম ত্রিবেদির কার্টুন জাতিকে হেয় করেছে, এমন এক অভিযোগের পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়:
9এই ঘটনায় না ছিল কোন আইনগত বিজ্ঞপ্তি, না ছিল কোন আদালতের আদেশ, না ছিল কোন আগাম সতর্কবার্তা, এমনকি আপত্তিকর বিষয়গুলো সরিয়ে ফলার অনুরোধ জানিয়ে কোন চিঠি/ই-মেইল ও প্রদান করা হয়নি।No va rebre cap avís legal, ni cap ordre del tribunal, ni cap advertència, ni tan sols una carta o correu electrònic que se li demanés que retirés el contingut ofensiu.
10এবং বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে এটি হল মত প্রকাশের স্বাধীনতার ধরন।I això és la llibertat d'expressió dins de la democràcia més gran del món.
11এরপর থেকে, অসীম ত্রিবেদি তার ব্লগ কার্টুনএগেনেইস্টকরাপশন.
12ব্লগস্পট. ইন www.cartoonsagainstcorruption.blogspot.in-এর মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে তার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, যে ব্লগটি এখন অনেকটাই সরকারি নজরদারির মাঝে রয়েছে।Des de llavors, Aseem ha seguit lluitant contra la corrupció a través del seu blog ‘www.cartoonsagainstcorruption.blogspot.in', que està sent vigilat.
13ফেসবুকে অসীম ত্রিবেদি এবং সাংবাদিক অলক দীক্ষিতের ‘সেভ ইউর ভয়েস' নামক প্রচারণা।Campanya del Facebook "Save Your Voice" (Salva la teva veu) encapçalada per Aseem Trivedi i el periodista Alok Dixit
14এই ধরনের হুমকির বিষয়ে ইন্ডিব্লগার. ইন (Indiblogger.in)-এর আলোচনা ফোরামে “ইন্টারনেট সেন্সরশিপ” নিয়ে আরো কিছু মন্তব্য প্রদান করা হয়:El fòrum de debat sobre aquesta censura a ‘Internet Censorship' (Censura a Internet) a Indiblogger.in recull més opinions sobre aquestes amenaces.
15ব্লগার অমৃত হাল্লান লিখেছেন:Amrit Hallan escriu:
16অকপটে বলা যায়, ইন্টারনেট উক্ত ব্যক্তিদের নোংরামি প্রকাশ করে তাদের মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে, বিশেষ করে উইকিলিকস-এর পর, টুইটার এবং ফেসবুক-এ বাঁধাহীন আলোচনা, এবং সামাজিক নেটওয়ার্ক সমর্থিত গণজাগরণের ঘটনার পরে।Si he de ser sincer, el que passa és que l'Internet els té acollonits, sobretot després de WikiLeaks, les converses que han sortit a la llum a Tuiter i a Facebook i el malestar social que ha estat recolzat per les xarxes socials.
17আর এ ক্ষেত্রে শুধু সরকার নয়, সকল সংস্থা, হতে পারে আমলাতন্ত্র, গতানুগতিক মূলধারার গণমাধ্যম এবং পুরোনো ব্যবসায়িক ধারা, যা নাগরিকদের একে অপরের সাথে যোগাযোগ অক্ষমতার সুযোগে সমৃদ্ধি লাভ করে; এসব প্রতিষ্ঠান, ইন্টারনেটে অবাধ তথ্য প্রবাহের টুটি চিপে ধরতে চায়।I no és només el govern sinó tots els organismes, potser és la burocràcia, els mitjans de comunicació dominants i les velles escoles de negocis. Tots ells contribueixen a la inhabilitat de les persones de comunicar-se amb els altres i voldrien estrangular el flux d'informació lliure a Internet.
18সুনির্দিষ্টভাবে এ কারণে নতুনভাবে সরকারি সেন্সরশিপ আরোপের বিষয়ে টিভি চ্যানেলগুলো কোন হৈচৈ করছে না।Concretament aquesta és la raó per la qual no hi ha clamor als canals de televisió per aquesta nova campanya de censura del govern.
19অমৃত, সরকার কর্তৃক ঘোষিত নতুন তথ্য প্রযুক্তি নির্দেশাবলী আনুযায়ী হুমকির একটি তালিকা করেন যা অরওয়েলের দুনিয়ার সৃষ্টি করবে (জর্জ অরওয়েল এক ব্রিটিশ লেখক) ।Amrit fa una llista de les amenaces d'acord amb les noves pautes de les Tecnologies de la Informació (TIC) que va anunciar el govern i, segons diu ell, això ens portarà a un món Orwellià.
20ইন্টারনেট ডেমোক্রেসি প্রজেক্ট, আনিয়া কোভাসের বক্তব্যকে উদ্ধৃত করেছে, যা এই ধরনের নিয়মের পেছনের কারণ সম্পর্কে জানায়:El projecte de Democràcia a Internet (Internet Democracy project) cita el que Anja Kovacs pensa sobre els antecedents d'aquesta norma:
21জন্মলগ্ন থেকে, স্বাধীন ভারতীয় রাষ্ট্র ব্যবস্থায় সেন্সরশিপ চালু হয়েছে একই সাথে ভারতে অসাধারণ বৈচিত্র্যময়তা থেকে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির হাতিয়ার হিসেবে এবং একক সামাজিক, নৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে।[..]Des que es va fundar, l'estat-nació independent de l'Índia ha exercit la censura com una eina per contenir els conflictes que surgeixen de la gran diversitat que hi ha a l'Índia i per assegurar una homogeneïtat social, moral i un desenvolupament polític. [..]
22কিন্তু যদি স্যাটেলাইট টেলিভিশনের আবির্ভাবে ইতোমধ্যে এই কৌশল নাজুক হয়ে পড়ে, সেক্ষেত্রে ইন্টারনেট নিঃসন্দেহে স্পষ্ট করেছে যে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে, যে এই ধরনের সেন্সরশিপ একেবারে অচল।[..]Si ja l'arribada de la televisió per satèl·lit ha posat de manifest les vulnerabilitats d'aquesta estratègia, l'Internet ha deixat clar que, a llarg termini, serà simplement insostenible. [..]
23ভারতের সেন্সরশিপের ব্যবহার, জাতীয় ঐক্য নিশ্চিত করার একটি উপায়, যা নিঃসন্দেহে একটা পর্যায়ে এসে বিলুপ্ত হতে থাকে এবং নিরব হয়ে যায়, স্বয়ং ভারতীয় সমাজের বিশাল বৈচিত্র্যময়তায় সেন্সরশিপ সবসময় বিদ্যামান পরিস্থিতিকে সুবিধা প্রদান করে এবং ভারতের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয়।L'ús a l'Índia de la censura és una manera d'assegurar l'harmonia nacional que sempre ha volgut elidir, en silenci, la gran diversitat de la pròpia societat índia. La censura sempre beneficia l'estatus quo i el cas de l'Índia no és diferent.
24ইন্টারনেট ডেমোক্রেসি প্রজেক্ট এর ভিডিওটিতে নতুন তথ্য প্রযুক্তি আইনের প্রভাব তুলে ধরছে:El vídeo sobre el projecte de Democràcia a Internet mostra l'impacte de les regles noves que vol imposar les TIC:
25এই ঘটনায় ভারতীয় নেটনাগরিকরা অলসভাবে বসে নেই।Els internatues indis no es queden de braços plegats.
26“ভারতীয় সংসদের সদস্যরা: ইন্টারনেটের স্বাধীনতা রক্ষায় এই ধরনের আইনের বিলোপ সাধনের গতিকে সমর্থন করুন# স্টপআইটিরুলস” নামক এক শিরোনামে একটি পিটিশন (আবেদন) ওয়েবে ছড়িয়ে পড়েছে এবং ক্রমশ আরও অনেক নাগরিক এতে স্বাক্ষর করছে।La demanda titulada “MPs of India: Support the Annulment Motion to Protect Internet Freedom #stopitrules” (Ministres de l'Índia: Suport a l'anul·lació de la moció per protegir la Llibertat a Internet) està donant voltes al web i cada vegada més habitants hi signen.
27গত ২২শে এপ্রিল তারিখে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং ফোরাম একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করে, যা বলছে:El 22 d'abril del 2012 organitzacions i fòrums diversos van fer públic la llibertat de premsa que deia:
28এই বিধিমালার সম্ভাব্য ক্ষতিকারক প্রভাবের বিষয়ে দৃষ্টিভঙ্গি প্রদান করে, মাননীয় সাংসদ সদস্য, শ্রী পি.En vista dels possibles efectes perjudicials de les Regles, el molt Honorable Membre del Parlament, Shri P.
29রাজীভ পূর্বোক্ত বিধিমালা বাতিল করার জন্য সংসদে একটি বিধিবিদ্ধ প্রস্তাব উত্থাপন করেন।Rajeeve ha presentat una moció legal per fer que les regles mencionades s'anul·lin.
30এই উত্থাপিত প্রস্তাব গৃহীত হয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা করা হবে রাজ্যসভায় বাজেট সংক্রান্ত দ্বিতীয় অধিবেশনের আগে, যা কিনা ২৪শে এপ্রিল ২০১২ তারিখে শুরু হবে।Aquesta moció ha estat admesa i serà presentada davant del Rajya Sabha (Consell d'Estats) durant la segona meitat de la sessió pressupostària del parlament que començarà el 24 d'abril de 2012.
31সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রস্তাব বাতিলকরণ সমর্থন করার জন্য সকল সাংসদের প্রতি আহ্বান জানানো হয়েছে ।La llibertat de premsa demana a tots els primers ministres que recolzin l'anul·lació de la moció.
32সংশোধিত তথ্য প্রযুক্তি (আইটি) নিয়মাবলী-কে “অসাংবিধানিক” উল্লেখ করে ইতোমধ্যে কেরালা অঙ্গরাজ্যে জনস্বার্থ একটি মামলা দায়ের করা হয়েছে।Mentrestant, un litigi d'interès públic va anomenar d'”inconstitucionals” les regles de les TIC, que es van presentar a Kerala.
33এই বিষয়ে আরো বেশ কয়েকটি প্রচারণার একটি তালিকা:Aquí hi ha una llista d'altres campanyes:
34*Internet Democracy Project va organitzar un programa de formació durant un dia sobre la llibertat d'expressió i la censura dels bloggers anomenat ‘Make Blog Not War' (“Fes el Blog i No la Guerra”).
35‘ডোন্ট সেন্সর মি'- ছবি প্রাণেশ-এর। http://dontcensormeindia.tumblr.com/ এর সৌজন্যে পাওয়া। আইটি বিধিমালার বিরুদ্ধে দেশের বিভিন্ন অংশে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে।* Aseem Trivedi i el periodista Alok Dixit han començat una campanya al Facebook titulat Save your voice que dóna a conèixer moltes protestes.
36২১শে এপ্রিল তারিখের একটি প্রতিবাদ সম্পর্কে আশফাক সংবাদ প্রদান করছে:* Una pàgina web tumblr publica imatges de persones aguantant una pancarta que diu “No em censoreu”. "No em censoreu" - Pranesh.
37এই অস্পষ্ট আইনের বিষয়ে আমাদের উদ্বেগ প্রদর্শনের জন্য ভারতের কর্নাটক রাজ্যের বিনামূল্যে সফট্ওয়্যার প্রাপ্তি আন্দোলন [ফ্রি সফট্ওয়্যার মুভমেন্ট কর্নাটকা বা এফএসএমকে] একটি প্রতিবাদের আয়োজন করে।Imatge cortesia de Image courtesy http://dontcensormeindia.tumblr.com/ FreeSoftware Movement Karnataka(FSMK) va organitzar una protesta per demostrar la seva preocupació sobre aquestes lleis imprecises.
38ব্লগার, ছাত্র, শিক্ষক, আইটি পেশার সাথে যুক্ত কর্মী,আলোকচিত্রী শহরের কেন্দ্রে একত্রিত হয়, তারা উচ্চকণ্ঠে স্লোগান দিয়ে এবং ব্যানার হাতে নতুন নিয়মের প্রতি তাদের আপত্তি প্রদর্শন করে।Bloggers, estudiants, professors, professionals d'IT, fotògrafs es van unir al centre de la ciutat cridant lemes i aguantant pancartes per tal de demostrar la seva apatia per aquesta llei.
39কর্নাটক-এ বিক্ষোভ।Protesta a Karnataka.
40ছবি জাস্ট এ্যানাদার কোইনসিডেন্স-এর আশফাকের সৌজন্যে।Imatge cortesia Ashfaq a Just Another Coincidence.
41আরও ছবি দেখতে এই ছবিটির উপর ক্লিক করুন।Cliqueu a la imatge per veure més fotografies.
42হর্ষিথা তার অভিজ্ঞতার কথা জানাচ্ছে:Harshitha explica l'experiència:
43তরুণ, প্রাণবন্ত এবং উচ্ছল তারুণ্য, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ব্লগারদের এক গণ জমায়েত তাদের মতামত প্রদান করে।Molts joves, enèrgics i entusiàstics, enginyers de programari i bloggers van expressar el que pensaven.
44তাদের মধ্যে অন্যতম একজন এই আমি, যুক্ত হবার শক্তি অনুভব করেছি, একটি গৌরবময়তার শ্বাস, স্বাধীনতার জন্য সংগ্রাম।Mentre estava envoltat de tots ells vaig sentir el poder de la connexió dels uns amb els altres, un aire d'orgull, de lluita per a la llibertat.
45ইন্টারনেটকে রক্ষার জন জনতা প্রাণের উচ্ছ্বাসে গেয়ে উঠেছে, হাতে প্ল্যাকার্ড বহন করেছে এবং উচ্চকণ্ঠে স্লোগান দিয়েছে।Tots cantaven amb energia, aguantant les seves pancartes i cridaven lemes per salvar l'internet.
46আমি সত্যিই আশা করি যে এই বিলটি পাস না করে ভারত সরকার গণতন্ত্রকে সচল রাখবে।Desitjo de tot cor que el govern indi no aprovi la llei i que, d'aquesta manera, perduri la democràcia.
47আসুন সবাই, সমাজের উন্নয়নের এবং মত প্রকাশের স্বাধীনতা জন্যে লড়াই করি।Esforcem-nos perquè la societat millori i fem que prevalgui la llibertat d'expressió.
48খাঁচায় বন্দী স্বাধীনতা নামক প্রচারণা।Campanya de "Llibertat en una gàbia".
49ছবি “সেফ ইয়োর ভয়েস” নামক প্রচারণার সৌজন্যে।Imatge cortesia de Save your voice.
50এ ধরনের আরও ছবি দেখতে চাইলে ছবিটিতে ক্লিক করুন।Cliqueu a la imatge per veure més fotografies.
51“খাঁচায় বন্দি স্বাধীনতা”, শিরোনামে আপনার সেফ ইয়োর ভয়েস নামক প্রচারণার আরেকটি প্রতিবাদ-যা গত ২২শে এপ্রিল দিল্লির যন্তর মন্তর-এ অনুষ্ঠিত হয়।Una altra protesta de Save your voice que portava el nom de “Llibertat en una gàbia” va tenir lloc a Delhi's Jantar Mantar el 22 d'abril de 2012.
52এই বিষয়ে প্রতিবেদন ও ছবির জন্য কাফিলা ব্লগ দেখুন।Podeu llegir la crònica i mirar les fotografies al blog de Kafila.