# | ben | cat |
---|
1 | ৪১৬ ঘণ্টার জীবনযুদ্ধে জয়ী রেশমা! | Rescaten una dona de la fàbrica esfondrada a Bangladesh després de 17 dies |
2 | বাংলাদেশের সাভারে গার্মেন্টস ভবন ধসের ১৭ দিন পর মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০৫৫ যা ৯/১১ টুইন টাওয়ার ধ্বংসের ঘটনার পর দ্বিতীয় মারাত্মক বাড়ি ধস। একই দিনে জীবিত উদ্ধার করা হয়েছে এক পোশাক শ্রমিককে। | El mateix dia en què el número de víctimes de l'esfondrament d'una fàbrica de nou pisos [en] a Savar als afores de Dhaka, capital de Bangladesh, arribava a les 1.055 [en], el qual és avui dia l'esfondrament d'un edifici que més morts ha causat des dels atemptats de l'11 de setembre, es va trobar amb vida la treballadora Resha Begum [en] després d'haver estat atrapada sota la runa durant 17 dies. |
3 | ২৪ বছর বয়সী এই মেয়েটির নাম রেশমা। উদ্ধারকারীরা তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছেন। | Begum treballava a la segona planta de l'edifici en la confecció de roba. |
4 | ধসে পড়া ভবনের দ্বিতীয় তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন রেশমা। | |
5 | বিল্ডিং ধসের পরপরই তিনি বেজমেন্টে একটি নামাজ ঘরে আশ্রয় নেন এবং একটি পাইপের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নিয়ে এবং মৃত সহকর্মীদের ব্যাগের খাবার খেয়ে বেঁচে থাকেন। | Quan l'edifici es va esfondrar, la treballadora de 24 anys va quedar atrapada en una mesquita del soterrani on va sobreviure 416 hores respirant per una canonada i buscant galetes en les motxilles dels seus companys morts. |
6 | পুরো ভবনটি ধসে পড়লেও তিনি বেসমেন্টে অক্ষত অবস্থায় ছিলেন। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা নামের একটি ৯ তলা গার্মেন্টস ভবন ধসে পড়ে। | En els primers dies després que l'estructura cedís el 24 d'abril de 2013 es van rescatar 2.428 persones de sota l'edifici esfondrat. |
7 | আর জীবিত উদ্ধার করা হয়েছে ২ হাজার ৪ শত ২৮ জনকে। | L'esperança de trobar altres supervivents entre la runa cada vegada és menor. |
8 | অনেক দিন হয়ে যাওয়ায় উদ্ধারকারীরা আটকে পরাদের জীবিত উদ্ধারের আশা ছেড়েই দিয়েছিলেন। উদ্ধারের পর রেশমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। | Equips de rescat de Bangladesh treuen la treballadora de la confecció Reshma de sota la runa 17 dies després de l'esfondrament de la fàbrica a Savar. |
9 | ছবি: ছবি: রেহমান আসাদ। | Imagte de Rehman Asad. |
10 | স্বত্ব: ডেমোটিক্স (১০/০৫/২০১৩) | Copyright Demotix (10/5/2013). |
11 | ধ্বংসস্তুপের ভেতরে ১৭ দিন বেঁচে থাকা নিয়ে রেশমা একটি সংবাদ সংস্থাকে জানান: | |
12 | আমি ১৭ দিন পানি খেয়ে বেঁচেছিলাম। | Begum va dir a una agencia de notícies [bn]: |
13 | ভবন ধসের পরপরই আমি ভবনের নিচে আটকা পড়ি। | Vaig sobreviure principalment gràcies a l'aigua. |
14 | পরে বাঁচার জন্য ভবনে অবস্থিত নামাজ ঘরে চলে যাই। | Vaig quedar atrapada just després de l'esfondrament de l'edifici. |
15 | উদ্ধারকারীরা ওপর থেকে নানা সময়ে বোতলজাত পানি পাঠান। | Ràpidament em vaig refugiar a la sala de pregària. |
16 | আমি সেখান থেকে দুই বোতল পানি সংরক্ষণ করে রাখি। | L'equip de rescat va tirar-hi aigua diverses vegades. |
17 | সেই বোতলের পানি আমি প্রতিদিন অল্প অল্প খেয়ে জীবন বাঁচাই। | Vaig poder omplir dues ampolles que em van permetre sobreviure tots aquests dies. |
18 | রেশমার এই অলৌকিক বেঁচে সবার মাঝে আলোড়ন তোলে। | La supervivència miraculosa de Begum ha causat commoció entre molta gent. |
19 | রেশমাকে জীবিত উদ্ধার করা হয়েছে শুনে ব্লগার আশরাফ শিশির টুইট করেন: | En sentir les bones notícies, el bloguer Ashraf Shishir (@ashrafshishir) va escriure: |
20 | @ashrafshishir: অনেকদিন পর বাচ্চা ছেলের মতো কাঁদলাম। | @ashrafshishir (Ashraf Shishir): Vaig plorar com un nen després de tantes vegades. |
21 | এইমাত্র রেশমী অথবা রেশমাকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে! … | Reshmi o Reshma acaba de ser rescatada amb vida! … |
22 | শাহানা সিদ্দিকীও কান্না লুকাতে পারেননি। | La treballadora per al desenvolupament Shahana Siddiqui (@shahanasiddiqui) mirava de no plorar d'alegria. |
23 | আনন্দাশ্রু মুছে তিনি টুইট করেছেন: | Va piular: |
24 | @shahanasiddiqui: রেশমা'র অলৌকিক বেঁচে থাকার সংবাদ শুনে আমি কান্না লুকাতে পারিনি। | @shahanasiddiqui: M'aguanto les llàgrimes mentre llegeixo sobre el rescat miraculós de Reshma. |
25 | এখন সময় আনন্দ উদযাপনের আর বুক ভরে গর্ব করার #বাংলাদেশ #সাভার | Temps d'alegria, temps d'orgull #Bangladesh #savar. |
26 | সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা ধসে যাওয়া রানা প্লাজার বিভিন্ন ফাঁক ফোঁকরে এখনও জীবিত মানুষ খুঁজে বেরাচ্ছে। | Membres de l'exèrcit i dels equips de rescat investiguen el punt concret de la Plaça Rana on van trobar viva Reshma sota les runes. |
27 | ছবি ফিরোজ আজমেদের. | Imatge de Firoz Ahmed. |
28 | স্বত্ব: ডেমোটিক্স (১০/০৫/২০১৩) | Copyright Demotix (10/5/2013) |
29 | ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা ওয়ার্সি (@SayeedaWarsi) রেশমা উদ্ধার পাওয়ার ঘটনা শুনে টুইট করেন: | La baronessa Sayeeda Hussain Warsi [en] (@SayeedaWarsi), ministra d'estat d'afers estrangers del Regne Unit i de la Commonwealth, va escriure després de conèixer la notícia del rescat de Reshma: |
30 | @SayeedaWarsi: #সাভারে ভবন ধসের ১৭ দিনের মাথায় অভূতপূর্ব ভাবে একজন তরুণীকে জীবিত উদ্ধার করা হয়েছে। | @SayeedaWarsi: Escenes extraordinàries i inspiradores d'una jove rescatada 17 dies després de l'esfondrament de la fàbrica a #Savar. |
31 | এ যেন শোকসমুদ্রে এক টুকরো আশার আলো। | Un raig d'esperança enmig de la tragèdia. |
32 | বিপণন পেশাজীবি আসিফ তৌহিদ ফেইসবুকে লিখেছেন: | Asif Touhid [en], un expert en màrqueting, va escriure a facebook: |
33 | রেশমা - প্রিয় বোন, বেঁচে থাকার জন্যে তোমার ঔদ্ধত্য আমাকে বাঁচার প্রেরণা যোগায় এবং মানুষের প্রতি আস্থা আনে। | Reshma … Estimada germana, la teva audàcia per seguir viva em va inspirar i em va restaurar la fe en el meu poble. |
34 | রেশমাকে যারা উদ্ধার করে এনেছেন কামরুল হাসান তাদেরকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন: | El periodista Kamrul Hasan (@_Kamrul_Hasan_) va donar les gràcies a tots els membres de l'equip de rescat que van treballar dur per treure Begum amb vida: |
35 | @Kamrul_Hasan: এভাবেও ফিরে আসা যায়! | @Kamrul_Hasan: Fins i tot això és possible! |
36 | অভিনন্দন বেশমা, আপনি বেঁচে থাকুন। | Felicitats Reshma, si us plau segueix sana i estàlvia. |
37 | অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীসহ সকল উদ্ধারকারীদের। | Moltes gràcies a l'equip de rescat de l'exèrcit de Bangladesh pels seus esforços. |
38 | এই উদ্ধার ঘটনায় মিডিয়ার ভূমিকা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। উদ্ধারের সাথে সাথেই অনেকে মাইক নিয়ে ছুটে গেছে রেশমার পাশে। | S'ha qüestionat el paper dels mitjans de comunicació, atès que van dirigir-se cap a Begum just després de ser rescatada amb l'objectiu d'entrevistar-la. |
39 | ৭১ টিভির লন্ডন প্রতিবেদক তানভির আহমেদ ফেসবুকে তার সহকর্মীদের অনুরোধ করেছেন: | El periodista Tanvir Ahmed [en] va recomanar als seus companys a facebook: |
40 | আপাতত উদ্ধারকর্মী আর চিকিৎসকদের সাক্ষাতকার নিয়ে তৃপ্ত থাকুন। | Si us plau, conformeu-vos amb les entrevistes dels membres de l'equip de rescat i de l'equip mèdic. |
41 | এতদিন রেশমা কি খেয়ে বেঁচে ছিলো, তার জামা কাপড় এতো পরিস্কার কেন? | No l'atabaleu preguntant-li com va sobreviure tants dies o per què la seva roba no està feta malbé. |
42 | এসকল প্রশ্নের চেয়ে মেয়েটির এখন শুধুই প্রয়োজন চিকিৎসা সেবা। | En comptes de respondre aquestes preguntes, el que necessita és atenció mèdica urgent. |
43 | নিখোজ বা মৃত গার্মেন্টস কর্মীদের আত্মীয় স্বজন ১৭ দিন পরেও উদ্ধারের আশা ছাড়েন নি। | Els familiars dels treballadors desapareguts o morts continuen sent optimistes fins i tot 17 dies després de l'accident. |
44 | ছবি শফিউর রহমান। | Imatge de Shafiur Rahman. |
45 | স্বত্ব: ডেমোটিক্স (১০/০৫/২০১৩)। | Copyright Demotix (10/5/2013) |
46 | পোশাকশিল্প বাংলাদেশের সবচে' বড়ো রপ্তানি খাত। তাই সাভারের গার্মেন্টস কারখানা ধসে পড়া যেন বিশ্বের দরবারের বাংলাদেশের নিজেরই ধ্বংসস্তুপ হিসেবে উপস্থাপন। | La indústria de roba confeccionada és la principal font d'exportació de Bangladesh, de manera que als ulls de molts l'esfondrament d'una fàbrica és una tara per a la imatge de Bangladesh. |
47 | এটা স্মরণ রেখেই আবু মকসুদ রেশমাকে বাংলাদেশের মুখচ্ছবি হিসেবে কল্পনা করে তার ফেসবুকে লিখেছেন: | Tenint en compte això, Abu Maksud [bn] va convertir Begum en la cara de Bangladesh en un comentari a facebook: |
48 | ১৭ দিন ধরে ধ্বংসস্তুপে বেঁচে ছিল বাংলাদেশ। | Bangladesh va sobreviure sota la runa durant 17 dies. |
49 | রেশমা- বোন আমার অন্ধকূপ থেকে তুমি ফিরে এসেছ, তুমি দেখিয়েছ বাংলাদেশ বেঁচে থাকে, ধ্বংসস্তুপেও বাংলাদেশ বেঁচে থাকে। | Germana Reshma, has tornat del forat de la mort. Has demostrat que Bangladesh sobreviu fins i tot sota la runa. |
50 | ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান অস্ট্রেলিয়ান ওয়েবসাইট নিউজ. কম. | Zafar Sobhan [en], editor del Dhaka Tribune, va concloure en una entrevista amb el lloc web australià News.com.au: |
51 | এইউ তে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন: রেশমা বাংলাদেশের যা কিছু ভাল তার প্রতিনিধিত্ব করে, অনেক কষ্টের মধ্যেও দেশের রুখে দাড়ানো, এর সাহস, শক্তি, শত প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প - সবকিছু। | Reshma representa el millor de Bangladesh, la resistència de la nació a l'hora de fer front dificultats increïbles, el seu coratge, la seva força, la seva determinació de no donar-se mai per vençut sense importar les probabilitats. |