Sentence alignment for gv-ben-20130211-35174.xml (html) - gv-cat-20130208-4140.xml (html)

#bencat
1মহাশূণ্যে ইরানের একটি বানর প্রেরণ এবং অন্যটির পৃথিবীতে প্রত্যাবর্তনInternautes iranians ironitzen sobre el mico astronauta del govern
2মহাশূন্যে যাত্রা শুরু করার পূর্বে আফতাব নামের বানরটি।El mico, Aftab, abans del seu llançament a l'espai.
3ছবিঃ ইরনাFont: IRNA.
4ইরানের সরকার একটি বানরকে মহাশূন্যে সফলভাবে প্রেরণ এবং ২৮ জানুয়ারি, ২০১৩ তারিখে পশুটিকে পুনরায় জীবিত অবস্থায় ফিরিয়ে আনার যে দাবি করেছে তা ব্লগাররা ও সংবাদ মাধ্যমগুলো চ্যালেঞ্জ জানিয়েছে।
5অফিসিয়াল ছবি - যেগুলোতে অনুমিতভাবে বানরটিকে মহাশূন্য যাত্রার আগে ও পরে চিত্রিত করা হয়েছে - সেখানে কোন মিল পাওয়া যায়নি।Blocaires i fonts d'informació han qüestionat [en] les afirmacions del govern iranià que asseguraven haver enviat un mico a l'espai que va retornar amb vida el 28 de gener del 2013.
6এতে করে মহাশূন্য যাত্রাটি যে বানোয়াট হতে পারে, সে ব্যাপারে সংশয় ও সন্দেহ আরও বাড়ছে।Les imatges oficials, que suposadament representen el mico abans i després del llançament, no semblen coincidir [fa], i han generat dubtes i sospites sobre si el llançament podria haver estat fals.
7জাতীয় আইআরআইবি চ্যানেল ওয়ানের সম্প্রচার থেকে রেকর্ড করা অফিসিয়াল ফুটেজগুলো এখানে রয়েছেঃAquí trobem el material oficial, registrat pel Canal 1 de la televisió iraniana IRIB:
8জনপ্রিয় ইরানি লিঙ্ক-শেয়ার করা সাইট বালাতারিনে অনেকেই বলেছেন, শাসকগোষ্ঠী মিথ্যা বলছে। তাঁরা যাত্রার পূর্বে বানরটির ছবির সাথে ফিরে আসা ক্যাপসুলের ভিতর থেকে উদ্ধারকৃত বানরের ছবির তুলনা করেছেন।Molts usuaris de la pàgina Balatarin [fa], on comparteixen informació, diuen que el règim està mentint i comparen una fotografia del mico abans del llançament amb una altra del mico que suposadament ha estat rescatat de la càpsula a l'arribada, destacant-ne les diferències físiques que hi ha entre tots dos.
9দু'টি ছবির বানরের মধ্যে শারীরিক অমিলগুলো স্পষ্ট।
10এখানে সেগুলো রয়েছেঃAquí teniu les imatges:
11এই পোস্টটির প্রধান ছবিটির উপরের (ডানে) ছবিটিতে দেখা যাচ্ছে, প্রথম বানরটির ডান দিকের ভ্রুর উপর একটি আঁচিল আছে। মুখের চারপাশে ধুসর ও খর্বাকৃতির লোম আছে।Com podem apreciar a la fotografia principal, així com a la fotografia de dalt (dreta), el primer mico té una piga a la cella dreta i la cara recoberta de pèl curt i gris, mentre que el segon mico no té piga i la cara la té recoberta de pèl marró fosc.
12যেখানে দ্বিতীয় বানরটির মুখে কোন আঁচিল নেই এবং মুখের চারপাশে গাঢ় তামাটে বর্ণের লোম আছে।Les reaccions dels cibernautes davant d'aquest informe van des de l'escepticisme fins a la teoria de complot:
13এই রিপোর্টে নেট নাগরিকদের প্রতিক্রিয়ার পরিসর পরিপূর্ণ সন্দেহ প্রবণতা থেকে শুরু করে ষড়যন্ত্র তত্ত্ব পর্যন্তঃEl blocaire iranià “Hagh mosalam ma” [fa] (“El nostre dret definitiu”) adopta un enfocament satíric i traça paral·lelismes entre la suposada missió espacial i les eleccions presidencials iranianes, que molts consideren manipulades.
14ইরানি ব্লগার ‘হাঘ মোসালাম মা' (‘আমাদের যথার্থ অধিকার') একটি বিদ্রুপাত্মক কৌশল বেছে নিয়েছেন।
15তিনি কথিত মহাশূন্য মিশনের সাথে ২০০৯ সালে ইরানের তামশাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের মাঝে সমান্তরাল রেখা এঁকেছেন যেটি অনেকেই অদ্ভুত কৌতুক মনে করছেন।
16তিনি কৌতুক করে আরো বলেছেনঃInclou la següent broma:
17যে বানরটিকে মহাশূন্যে পাঠানো হয়েছে সেটি হলো [ সর্বোচ্চ নেতার ] বন্ধু। যেটি ফিরে এসেছে সেটি অদ্ভূত আচরণ করছে।El mico que van llançar a l'espai era l'amic del [líder suprem], i el que va tornar es comportava de forma estranya.
18[…] ফটোশপ ব্যবহার করে আপনি মঙ্গল গ্রহেও বানর পাঠাতে পারেন।[…] Utilitzant el Photoshop pots enviar micos a Mart, i per descomptat fora de l'atmosfera.
19আমির ফারশাদ তাঁর ‘হট চকোলেট' ব্লগে লিখেছেনঃL'Amir Farshad escriu al seu bloc “Hot Chocolate [en]”:
20[প্রেসিডেন্ট] মাহমুদ আহমাদিনেজাদ এই সপ্তাহে ফাযর উৎসবের [ইসলামিক বিপ্লবের জয় চিহ্নিত করে বর্ষপূর্তি উদযাপন ] পূর্বে জাতিকে অনেক সুখবর দিয়েছেনঃ “আমরা একটি বানরকে মহাশূন্য যাত্রায় পাঠিয়েছি এবং সেখানে সেটির আঁচিল মুছে ফেলার জন্য একটি সৌন্দর্য্য বর্ধক অস্ত্রোপচার করতে সমর্থ হয়েছি।[El president] Mahmood Ahmadinejad va donar a la nació més bones notícies sobre l'arribada de les festes de Fajr [commemorant l'aniversari de la victòria de la Revolució Islàmica]: “Hem enviat un mico a l'espai i ens hem preocupat de realitzar-li una cirurgia estètica per treure-li la piga, per poder tot seguit retornar-lo en bon estat de salut als braços del seu líder suprem”.
21এরপর এটিকে সুস্থ অবস্থায় সর্বোচ্চ নেতার বাহুতে করে ফিরিয়ে নিয়ে এসেছি।”