# | ben | cat |
---|
1 | সিরিয়াঃ- লেন্স অফ এ ইয়াং হোমিস- অবোরধে থাকা একটি শহরের আলোকচিত্র | Síria: “L'objectiu d'un jove d'Homs”, fotografies d'una ciutat sota setge |
2 | যখন মার্চ ২০১১-এ, সিরিয়ার বিক্ষোভ প্রদর্শন শুরু হয়, তখন হোমস শহরের কয়েক বন্ধু, যাদের সকলের বয়স ২৫-এর নিচে, তারা সকলে তাদের শহরের অভূতপূর্ব বিক্ষোভের ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে বের হয়ে পড়ে। | Quan les manifestacions van començar a Síria el març de 2011 [en], un grup d'amics d'Homs, tots menors de 25 anys, van agafar les càmeres per fotografiar unes protestes sense precedents a la seva ciutat. |
3 | এর পর তারা শাসকের হামলায় ক্ষতবিক্ষত শহরের রাস্তা এবং বিভিন্ন এলাকার ধ্বংসাবশেষের ছবি তুলতে শুরু করে। | Poc després es trobaven documentant la destrucció dels carrers i barris de la ciutat causada per les mesures repressives del règim sirià. |
4 | তারা তাদের লেন্সের মাধ্যমে বিশ্বকে দেখাচ্ছে যে হোমস দেখতে কেমন ছিল, আর এখন তার চেহারা কেমন। তারা বিপ্লবের শহরের বিপ্লবাত্মক মুহূর্তকে নথিভুক্ত করছে। | A través dels seus objectius volen mostrar al món com era Homs i en què s'ha convertit, i ho fan capturant moments revolucionaris memorables de “la ciutat de la revolució”. |
5 | এদিকে তারা প্রতিদিন সেই সমস্ত লোকদের কাছ থেকে অনুরোধ পান যারা হোমসের ঘড়বাড়ি ছেড়ে পালিয়ে যাবার পর জানতে চায়, তা কি ধ্বংস হয়ে গেছে নাকি ঠিক আছে। | Els joves reben peticions a diari de gent que va haver de fugir de la ciutat a corre-cuita i ara volen saber si les seves cases han estat destruïdes. |
6 | তারা জানাচ্ছেন যে তারা কেবলই একদল স্বেচ্ছাসেবক, যাদের কোন পেশাদার প্রশিক্ষণ নেই, কিন্তু তাদের কাজ অসাধারণ। | Insisteixen que simplement són un grup de voluntaris, sense formació professional, però el seu treball és excepcional. |
7 | তারা হচ্ছে হোমস শহরের চোখ (লেন্স অফ এ ইয়াং হোমসি): | Són “l'objectiu d'un jove d'Homs”: |
8 | লেন্স অফ এ ইয়াং হোমসির একটি ছবি, যা তাদের ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে। | Fotografia de “L'objectiu d'un jove d'Homs” procedent de la seva pàgina de Facebook. |
9 | এই ভিডিওতে তাদের কিছু কাজ প্রদর্শন করা হয়েছে এবং দেখানো হয়েছে কেন লেন্স অফ ইয়াং হোমসি তাদের জন্য এক ভিন্নতার, সৃষ্টি করছে যারা হোমস শহরের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। : | El vídeo a continuació mostra part del seu treball i explica el perquè “L'objectiu d'un jove d'Homs” suposa una gran diferència per a aquells que han estat forçats a fugir de les seves llars a Homs: [ar, subtítols en] |
10 | বালির বস্তা, ব্যারিকেড, সর্বোতভাবে সজ্জিত সেনা, বুলেট, বোমা, একটা এলাকা থেকে বিচ্ছিন্ন আরেক চেক পয়েন্ট- এই সমস্ত বিষয়গুলো তরুণ হোমসিসরা তাদের লেন্সের মাধ্যমে তুলে ধরেছে: | “Sacs de sorra, barricades, soldats armats fins a les dents, bales, punts de control entre districtes…”. Aquest és l'escenari que els joves d'Homs mostren a través dels seus objectius”: |
11 | ফেসবুক এবং টুইটারে আপনারা তাদের কাজগুলো দেখতে পাবেন। | [en] Podeu seguir el seu treball al Facebook i Tuiter [ar]. |