Sentence alignment for gv-ben-20150606-49070.xml (html) - gv-cat-20150605-9772.xml (html)

#bencat
1কামসুত্রের ছবি প্রকাশের দায় নিয়ে কাতারি সম্পাদকের পদত্যাগUna imatge del Kama Sutra quasi obliga a dimitir el director d'un diari de Qatar
2কামসুত্রের ছবি প্রকাশের দায় কাঁধে নিয়ে সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন জাবের আল হারমি। এই ছবিটি কাতারের আল শারক পত্রিকায় প্রকাশিত হয়েছিল।El redactor en cap Jaber Al Harmi va presentar la dimissió arran de la publicació al seu diari d'aquesta fotografia amb dibuixos del Kama Sutra.
3কাতারি সম্পাদক জাবের আল হারমি আজ তার পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ, ভুল করে তার পত্রিকা আল শারক-এর স্বাস্থ্য বিষয়ক সাময়িকীর পাতায় কামসুত্রের মেহদির ছবি প্রকাশিত হয়েছিল।El redactor en cap Jaber Al Harmi va presentar la dimissió arran de l'aparició al suplement sobre salut del diari qatarià Al Sharq Arabic d'aquesta imatge d'un tatuatge amb henna que representava un parella fent l'acte sexual.
4প্রকাশিত ছবিতে দেখা যায়, একজন নারীর হাতের একটি ছবিতে ছোট ছোট অনেকগুলো মেহদি আঁকা।La fotografia probablement va passar inadvertida i va acabar il·lustrant un article que alertava d'alguns perills del henna.
5আর সেখানকার সেই অঙ্কনকর্মে নারী-পুরুষের যৌন মিলনের দৃশ্য রয়েছে। উল্লেখ্য, প্রকাশিত ওই নিবন্ধে মেহেদির ব্যবহারের বিপদ সম্পর্কে সচেতন করা হয়েছিল।En una carta al diari, Al Harmi es va disculpar per l'”error” publicat al suplement de 112 pàgines i va assumir tota la responsabilitat pels dibuixos “ofensius” apareguts al diari d'un país musulmà conservador.
6আল হারমি ঘটনার পরেই পত্রিকায় চিঠি লিখে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তাছাড়া রক্ষণশীল মুসলিম দেশে এই ধরনের অশ্লীল ছবি প্রকাশের দায়দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।La seva decisió, amb tot, fou qualificada de valenta i lloada als mitjans socials i entre els internautes qatarians, que van crear fins i tot una etiqueta, #الحرمي_استقالتك_مرفوضة, que es pot traduir per “Al Harmi, no acceptem la teva dimissió”.
7দায়িত্ব কাঁধে নিয়ে পদত্যাগের মতো সাহসী সিদ্ধান্ত নেয়ায় কাতারের নেটিজেনরা তার প্রশংসা করেছেন।
8তারা “আল হারমি, আপনার পদত্যাগ গ্রহণ করা হবে না” শীর্ষক হ্যাশট্যাগ দিয়ে তার প্রতি সমর্থন জানিয়েছেন।De fet, el diari no ha acceptat la dimissió del periodista, amb vint-i-cinc anys de carrera.
9আল হারমি ২৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় জড়িত রয়েছেন।Aquest usuari de Twitter escrivia:
10তবে পত্রিকাটি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি কিনা তা জানা যায়নি।Com a usuari de Twitter no accepto la teva dimissió.
11এই টুইটার ব্যবহারকারী তার অনুসরণকারীদের উদ্দেশ্যে বলেছেন: একজন টুইটার ব্যবহারকারী হিসেবে আমি আপনার পদত্যাগ প্রত্যাখান করলাম।Admiro la teva valentia i que hagis reconegut l'error en una època en què la majoria intenta no assumir els seus actes.
12আমি আপনার সাহসের তারিফ করি।Per això no accepto la teva dimissió.
13অন্যরা যেখানে স্রেফ অস্বীকার করে বসে, সেখানে আপনি ভুল স্বীকার করে নিয়েছেন।I Faisal bin Jassim Al Thani deia als seus 267.000 seguidors:
14এজন্যই আমি আপনার পদত্যাগকে প্রত্যাখান করছি।La dimissió de M.
15টুইটারে ফয়সাল বিন জসিম আল থানি তার ২৬৭০০ অনুসরণকারীর উদ্দেশ্যে বলেছেন:Jaber demostra que és un home honest, que assumeix amb valentia la seva responsabilitat i sap encarar la situació.
16জনাব জাবেরের পদত্যাগ এটাই প্রমাণ করে তিনি একজন সৎ মানুষ।Ha transformat el seu diari. I el fill mateix de M.
17তাছাড়া তিনি অবস্থা বিবেচনা করে সব ধরনের দায়িত্ব নিজ কাঁধে নেয়ার সাহসও রাখেন।
18তিনি সংবাদপত্রের জগতকে বদলে দিয়েছেন।Al Harmi, Salem, el defensava:
19আল হারমি ছেলে সালেম স্বীকার করেছেন:No conec ningú com mon pare que s'estimi més la seva feina.
20আমি আর কাউকেই দেখিনি আমার বাবার মতো কাজকে এমনভাবে ভালোবাসতে।Demaneu-li'n el perquè i us dirà: “Cada dia hi ha un nou desafiament.”
21আপনি তার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করবেন, কেন তিনি কাজকে এমন ভালোবাসেন, তিনি বলবেন: এখানে প্রতিদিনই নতুন কিছু শেখার আছে, আছে নতুন নতুন চ্যালেঞ্জও।
22তিনি ২৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় আছেন।Acumula vint-i-cinc anys de periodisme a l'esquena.
23কাতারের অধিবাসী ডেভ ম্যাকক্লুয়ার প্যারাগ্লাইডারের পুরোনো একটি পোস্টে রক্ষণশীল মুসলিম দেশে যৌনতা নিয়ে কথা বলার বিপদ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন:
24সরকার পর্নোগ্রাফি দেখাকে ইসলামবিরোধী মনে করে। এজন্য তারা দেশে সেগুলো প্রদর্শনের অনুমতি দেয় না।En un apunt a Paraglider, Dave McClure, resident a Qatar, explicava per què la mínima al·lusió al sexe és problemàtica en aquest país conservador:
25পর্নোগ্রাফি সংশ্লিষ্ট কোনো কিছুর সাথে যুক্ত থাকলে জেল-জরিমানা হতে পারে।El poder parteix del principi que la pornografia és contrària a l'islam i no s'ha d'autoritzar al país.
26এমনকি নির্বাসন পর্যন্তও দেয়া হতে পারে।Tenir material pornogràfic pot comportar penes rigoroses, incloses la presó i l'expulsió.
27পর্নোগ্রাফির সাথে জড়িত থাকলে অবৈধ মাদক-সহ ধরার পড়ার যে শাস্তি সেরকম শাস্তি ভোগ করতে হয়।La pornografia es tracta de la mateixa manera que les drogues il·legals, amb les mateixes conseqüències si t'enxampen.