Sentence alignment for gv-ben-20130511-36485.xml (html) - gv-cat-20130524-5608.xml (html)

#bencat
1৪১৬ ঘণ্টার জীবনযুদ্ধে জয়ী রেশমা!Rescaten una dona de la fàbrica esfondrada a Bangladesh després de 17 dies
2বাংলাদেশের সাভারে গার্মেন্টস ভবন ধসের ১৭ দিন পর মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০৫৫ যা ৯/১১ টুইন টাওয়ার ধ্বংসের ঘটনার পর দ্বিতীয় মারাত্মক বাড়ি ধস। একই দিনে জীবিত উদ্ধার করা হয়েছে এক পোশাক শ্রমিককে।El mateix dia en què el número de víctimes de l'esfondrament d'una fàbrica de nou pisos [en] a Savar als afores de Dhaka, capital de Bangladesh, arribava a les 1.055 [en], el qual és avui dia l'esfondrament d'un edifici que més morts ha causat des dels atemptats de l'11 de setembre, es va trobar amb vida la treballadora Resha Begum [en] després d'haver estat atrapada sota la runa durant 17 dies.
3২৪ বছর বয়সী এই মেয়েটির নাম রেশমা। উদ্ধারকারীরা তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছেন।Begum treballava a la segona planta de l'edifici en la confecció de roba.
4ধসে পড়া ভবনের দ্বিতীয় তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন রেশমা।
5বিল্ডিং ধসের পরপরই তিনি বেজমেন্টে একটি নামাজ ঘরে আশ্রয় নেন এবং একটি পাইপের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নিয়ে এবং মৃত সহকর্মীদের ব্যাগের খাবার খেয়ে বেঁচে থাকেন।Quan l'edifici es va esfondrar, la treballadora de 24 anys va quedar atrapada en una mesquita del soterrani on va sobreviure 416 hores respirant per una canonada i buscant galetes en les motxilles dels seus companys morts.
6পুরো ভবনটি ধসে পড়লেও তিনি বেসমেন্টে অক্ষত অবস্থায় ছিলেন। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা নামের একটি ৯ তলা গার্মেন্টস ভবন ধসে পড়ে।En els primers dies després que l'estructura cedís el 24 d'abril de 2013 es van rescatar 2.428 persones de sota l'edifici esfondrat.
7আর জীবিত উদ্ধার করা হয়েছে ২ হাজার ৪ শত ২৮ জনকে।L'esperança de trobar altres supervivents entre la runa cada vegada és menor.
8অনেক দিন হয়ে যাওয়ায় উদ্ধারকারীরা আটকে পরাদের জীবিত উদ্ধারের আশা ছেড়েই দিয়েছিলেন। উদ্ধারের পর রেশমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।Equips de rescat de Bangladesh treuen la treballadora de la confecció Reshma de sota la runa 17 dies després de l'esfondrament de la fàbrica a Savar.
9ছবি: ছবি: রেহমান আসাদ।Imagte de Rehman Asad.
10স্বত্ব: ডেমোটিক্স (১০/০৫/২০১৩)Copyright Demotix (10/5/2013).
11ধ্বংসস্তুপের ভেতরে ১৭ দিন বেঁচে থাকা নিয়ে রেশমা একটি সংবাদ সংস্থাকে জানান:
12আমি ১৭ দিন পানি খেয়ে বেঁচেছিলাম।Begum va dir a una agencia de notícies [bn]:
13ভবন ধসের পরপরই আমি ভবনের নিচে আটকা পড়ি।Vaig sobreviure principalment gràcies a l'aigua.
14পরে বাঁচার জন্য ভবনে অবস্থিত নামাজ ঘরে চলে যাই।Vaig quedar atrapada just després de l'esfondrament de l'edifici.
15উদ্ধারকারীরা ওপর থেকে নানা সময়ে বোতলজাত পানি পাঠান।Ràpidament em vaig refugiar a la sala de pregària.
16আমি সেখান থেকে দুই বোতল পানি সংরক্ষণ করে রাখি।L'equip de rescat va tirar-hi aigua diverses vegades.
17সেই বোতলের পানি আমি প্রতিদিন অল্প অল্প খেয়ে জীবন বাঁচাই।Vaig poder omplir dues ampolles que em van permetre sobreviure tots aquests dies.
18রেশমার এই অলৌকিক বেঁচে সবার মাঝে আলোড়ন তোলে।La supervivència miraculosa de Begum ha causat commoció entre molta gent.
19রেশমাকে জীবিত উদ্ধার করা হয়েছে শুনে ব্লগার আশরাফ শিশির টুইট করেন:En sentir les bones notícies, el bloguer Ashraf Shishir (@ashrafshishir) va escriure:
20@ashrafshishir: অনেকদিন পর বাচ্চা ছেলের মতো কাঁদলাম।@ashrafshishir (Ashraf Shishir): Vaig plorar com un nen després de tantes vegades.
21এইমাত্র রেশমী অথবা রেশমাকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে! …Reshmi o Reshma acaba de ser rescatada amb vida! …
22শাহানা সিদ্দিকীও কান্না লুকাতে পারেননি।La treballadora per al desenvolupament Shahana Siddiqui (@shahanasiddiqui) mirava de no plorar d'alegria.
23আনন্দাশ্রু মুছে তিনি টুইট করেছেন:Va piular:
24@shahanasiddiqui: রেশমা'র অলৌকিক বেঁচে থাকার সংবাদ শুনে আমি কান্না লুকাতে পারিনি।@shahanasiddiqui: M'aguanto les llàgrimes mentre llegeixo sobre el rescat miraculós de Reshma.
25এখন সময় আনন্দ উদযাপনের আর বুক ভরে গর্ব করার #বাংলাদেশ #সাভারTemps d'alegria, temps d'orgull #Bangladesh #savar.
26সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা ধসে যাওয়া রানা প্লাজার বিভিন্ন ফাঁক ফোঁকরে এখনও জীবিত মানুষ খুঁজে বেরাচ্ছে।Membres de l'exèrcit i dels equips de rescat investiguen el punt concret de la Plaça Rana on van trobar viva Reshma sota les runes.
27ছবি ফিরোজ আজমেদের.Imatge de Firoz Ahmed.
28স্বত্ব: ডেমোটিক্স (১০/০৫/২০১৩)Copyright Demotix (10/5/2013)
29ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা ওয়ার্সি (@SayeedaWarsi) রেশমা উদ্ধার পাওয়ার ঘটনা শুনে টুইট করেন:La baronessa Sayeeda Hussain Warsi [en] (@SayeedaWarsi), ministra d'estat d'afers estrangers del Regne Unit i de la Commonwealth, va escriure després de conèixer la notícia del rescat de Reshma:
30@SayeedaWarsi: #সাভারে ভবন ধসের ১৭ দিনের মাথায় অভূতপূর্ব ভাবে একজন তরুণীকে জীবিত উদ্ধার করা হয়েছে।@SayeedaWarsi: Escenes extraordinàries i inspiradores d'una jove rescatada 17 dies després de l'esfondrament de la fàbrica a #Savar.
31এ যেন শোকসমুদ্রে এক টুকরো আশার আলো।Un raig d'esperança enmig de la tragèdia.
32বিপণন পেশাজীবি আসিফ তৌহিদ ফেইসবুকে লিখেছেন:Asif Touhid [en], un expert en màrqueting, va escriure a facebook:
33রেশমা - প্রিয় বোন, বেঁচে থাকার জন্যে তোমার ঔদ্ধত্য আমাকে বাঁচার প্রেরণা যোগায় এবং মানুষের প্রতি আস্থা আনে।Reshma … Estimada germana, la teva audàcia per seguir viva em va inspirar i em va restaurar la fe en el meu poble.
34রেশমাকে যারা উদ্ধার করে এনেছেন কামরুল হাসান তাদেরকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন:El periodista Kamrul Hasan (@_Kamrul_Hasan_) va donar les gràcies a tots els membres de l'equip de rescat que van treballar dur per treure Begum amb vida:
35@Kamrul_Hasan: এভাবেও ফিরে আসা যায়!@Kamrul_Hasan: Fins i tot això és possible!
36অভিনন্দন বেশমা, আপনি বেঁচে থাকুন।Felicitats Reshma, si us plau segueix sana i estàlvia.
37অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীসহ সকল উদ্ধারকারীদের।Moltes gràcies a l'equip de rescat de l'exèrcit de Bangladesh pels seus esforços.
38এই উদ্ধার ঘটনায় মিডিয়ার ভূমিকা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। উদ্ধারের সাথে সাথেই অনেকে মাইক নিয়ে ছুটে গেছে রেশমার পাশে।S'ha qüestionat el paper dels mitjans de comunicació, atès que van dirigir-se cap a Begum just després de ser rescatada amb l'objectiu d'entrevistar-la.
39৭১ টিভির লন্ডন প্রতিবেদক তানভির আহমেদ ফেসবুকে তার সহকর্মীদের অনুরোধ করেছেন:El periodista Tanvir Ahmed [en] va recomanar als seus companys a facebook:
40আপাতত উদ্ধারকর্মী আর চিকিৎসকদের সাক্ষাতকার নিয়ে তৃপ্ত থাকুন।Si us plau, conformeu-vos amb les entrevistes dels membres de l'equip de rescat i de l'equip mèdic.
41এতদিন রেশমা কি খেয়ে বেঁচে ছিলো, তার জামা কাপড় এতো পরিস্কার কেন?No l'atabaleu preguntant-li com va sobreviure tants dies o per què la seva roba no està feta malbé.
42এসকল প্রশ্নের চেয়ে মেয়েটির এখন শুধুই প্রয়োজন চিকিৎসা সেবা।En comptes de respondre aquestes preguntes, el que necessita és atenció mèdica urgent.
43নিখোজ বা মৃত গার্মেন্টস কর্মীদের আত্মীয় স্বজন ১৭ দিন পরেও উদ্ধারের আশা ছাড়েন নি।Els familiars dels treballadors desapareguts o morts continuen sent optimistes fins i tot 17 dies després de l'accident.
44ছবি শফিউর রহমান।Imatge de Shafiur Rahman.
45স্বত্ব: ডেমোটিক্স (১০/০৫/২০১৩)।Copyright Demotix (10/5/2013)
46পোশাকশিল্প বাংলাদেশের সবচে' বড়ো রপ্তানি খাত। তাই সাভারের গার্মেন্টস কারখানা ধসে পড়া যেন বিশ্বের দরবারের বাংলাদেশের নিজেরই ধ্বংসস্তুপ হিসেবে উপস্থাপন।La indústria de roba confeccionada és la principal font d'exportació de Bangladesh, de manera que als ulls de molts l'esfondrament d'una fàbrica és una tara per a la imatge de Bangladesh.
47এটা স্মরণ রেখেই আবু মকসুদ রেশমাকে বাংলাদেশের মুখচ্ছবি হিসেবে কল্পনা করে তার ফেসবুকে লিখেছেন:Tenint en compte això, Abu Maksud [bn] va convertir Begum en la cara de Bangladesh en un comentari a facebook:
48১৭ দিন ধরে ধ্বংসস্তুপে বেঁচে ছিল বাংলাদেশ।Bangladesh va sobreviure sota la runa durant 17 dies.
49রেশমা- বোন আমার অন্ধকূপ থেকে তুমি ফিরে এসেছ, তুমি দেখিয়েছ বাংলাদেশ বেঁচে থাকে, ধ্বংসস্তুপেও বাংলাদেশ বেঁচে থাকে।Germana Reshma, has tornat del forat de la mort. Has demostrat que Bangladesh sobreviu fins i tot sota la runa.
50ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান অস্ট্রেলিয়ান ওয়েবসাইট নিউজ. কম.Zafar Sobhan [en], editor del Dhaka Tribune, va concloure en una entrevista amb el lloc web australià News.com.au:
51এইউ তে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন: রেশমা বাংলাদেশের যা কিছু ভাল তার প্রতিনিধিত্ব করে, অনেক কষ্টের মধ্যেও দেশের রুখে দাড়ানো, এর সাহস, শক্তি, শত প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প - সবকিছু।Reshma representa el millor de Bangladesh, la resistència de la nació a l'hora de fer front dificultats increïbles, el seu coratge, la seva força, la seva determinació de no donar-se mai per vençut sense importar les probabilitats.