# | ben | cat |
---|
1 | হে ফেস্টিভ্যাল ঢাকা’য় স্বাগতম! | Dhaka acull per segon any consecutiu el Hay Festival de literatura |
2 | সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ইংরেজিতে সাহিত্যচর্চা বেড়েছে। | La pràctica de la literatura anglesa és cada cop més popular a Bangladesh. |
3 | অনেক লেখকই বাংলার বাইরে ইংরেজিতে তাদের সাহিত্য রচনা করছেন। | Molts escriptors decideixen no limitar-se únicament al bangla i escriure també en anglès. |
4 | বাংলাদেশে সাহিত্যচর্চায় এটা একটা নতুন ধারা। | És una nova tendència al país. |
5 | ইংরেজি ভাষায় যেসব বাংলাদেশী লেখক সাহিত্য রচনা করেন, তাদের বাৎসরিক মিলনমেলা হে ফেস্টিভ্যাল ঢাকা আবারও শুরু হচ্ছে। | Els escriptors en llengua anglesa de Dhaka es trobaran novament a la segona edició del Hay Festival [en]. |
6 | আগামী ১৫-১৭ নভেম্বর ২০১২ তারিখে বাংলা একাডেমী প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বারের মতো ঢাকায় এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। | El festival tindrà lloc els pròxims dies 15, 16 i 17 de novembre als històrics jardins de la Bangla Academy [ben] de la capital bengalí. |
7 | এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের বাংলাদেশী সাহিত্যিকরা আন্তর্জাতিক সাহিত্য আসরে স্থান করে নিবেন এমন আশা করা হচ্ছে। | S'espera que, en el transcurs de l'esdeveniment, es promocione la nova generació d'escriptors bengalís en llengua anglesa de cara a la comunitat literària global. |
8 | হে ফেস্টিভ্যাল ঢাকা ২০১২ এর পোস্টার। | Cartell del Hay Festival de Dhaka. |
9 | হে ফেস্টিভ্যাল আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের ইংরেজি ভাষার বাংলাদেশী লেখকদের সাথে বিশ্ব সাহিত্য সম্প্রদায়ের মাঝে একটা সেতুবন্ধ তৈরি করতে পারবো। | Sadaf Saaz Siddiqi [en], coproductora del Hay Festival de Dhaka i poeta ella mateixa, assenyalava en relació a l'esdeveniment: Com a esdeveniment anual, que esperem ampliar, el Hay Festival de Dhaka és un vehicle excel·lent per tal que la nostra comunitat d'escriptors emergents en llengua anglesa connecte amb l'escena literària global. |
10 | আমরা আমাদের বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যেতে চাই। | |
11 | আর এটা করতে চাই আমাদের ভালো ভালো সাহিত্য'র অনুবাদ এবং এগুলো বিদেশে প্রচারণা চালানোর মাধ্যমে (উদাহরণ হিসেবে দক্ষিণ আমেরিকার লেখকদের কথা উল্লেখ করা যায়, যারা বিশ্বব্যাপী নাম করেছেন)। | Volem portar la literatura bengalí més enllà de les nostres fronteres, com una fracció només de l'enorme repertori d'escriptura bengalí que ha estat traduïda o promocionada a l'estranger (mentre que, en comparació, per exemple, els escriptors sud-americans són noms coneguts mundialment). |
12 | আমরা আশাবাদী, আমাদের রচনাকর্ম অনুবাদ করতে হে ফেস্টিভ্যাল প্রকাশকদের উৎসাহ দিবে। | |
13 | ‘অ্যা গোল্ডেন এজ‘ এবং ‘দি গুড মুসলিম‘ বইয়ের লেখক তাহমিমা আনাম বলেন: | Confiem que el Hay Festival encoratjarà els editors per a què engeguen projectes de traducció. |
14 | ব্রিটেন এবং বাংলাদেশের প্রথম সারির লেখকদের মধ্যে চমৎকার আলোচনার সুযোগ করে দিয়েছে হে ফেস্টিভ্যাল। | Tahmima Anam [en], autora de les obres ‘A Golden Age‘ (Una època daurada) [en] i ‘The Good Muslim‘ [en] (El bon musulmà), va dir [en]: |
15 | আমি আশাবাদী, এই আয়োজন বাংলাদেশে লেখালেখির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। হে ফেস্টিভ্যাল ঢাকা'র প্রথম আয়োজন থেকে কিছু ছবি দেয়া হলো। | El Hay Festival suposa una oportunitat meravellosa per entaular diàleg entre els autors britànics i bengalís més destacats; espere que el festival pregone aquesta nova fornada d'escriptors bengalís, alhora que portem una mica de la màgia de Hay a Dhaka. |
16 | ছবিগুলো নেয়া হয়েছে হে ফেস্টিভ্যাল ঢাকা'র ফেসবুক পেজ থেকে। | A continuació, teniu algunes imagtes [en] pertanyents a la primera edició del Hay Festival de Dhaka, celebrada el darrer any. |
17 | হে ফেস্টিভ্যাল ঢাকা ২০১১ এর ছবি। | Imatges del Hay Festival de Dhaka el 2011. |
18 | হে ফেস্টিভ্যালের ফেসবুক পাতার সৌজন্যে। | Fotografies cortesia de la pàgina de Facebook [en] del Hay Festival. |
19 | হে ফেস্টিভ্যাল ঢাকা ২০১১ এর ছবি। | Imatges del Hay Festival de Dhaka el 2011. |
20 | হে ফেস্টিভ্যালের ফেসবুক পাতার সৌজন্যে। | Fotografies cortesia de la pàgina de Facebook [en] del Hay Festival. |
21 | দিনব্যাপী এই আয়োজনে থাকছে বাংলা ও ইংরেজি ভাষায় প্যানেল আলোচনা, লেখকদের আড্ডা, আলোচনা, সাহিত্য পাঠ। | |
22 | হে ফেস্টিভ্যাল ঢাকা আয়োজনে দেশী-বিদেশী সাহিত্যিকদের মধ্যে থাকছেন বিক্রম শেঠ, সৈয়দ শামসুল হক, নন্দিতা দাস, ফিলিপ হেনশার, ক্যামেলিয়া শামসী, বাশারত পীর, জাফর ইকবাল, মোহাম্মদ হানিফ, জিলিয়ান ক্লার্ক, কায়সার হক, শর্বরী আহমেদ, ফারাহ গজনবী, শাহীন আক্তার, সেলিনা হোসেন, শেহান করুণাতিলাকা, মাহমুদ রহমান, আনিস আহমেদ, আনিসুল হক, অদিতি ফাল্গুনী, তাহমিমা আনাম-সহ আরো অনেক লেখক। | |
23 | সাহিত্য ও শিল্পের বাৎসরিক আয়োজন হে ফেস্টিভ্যাল শুরু হয়েছিল ১৯৮৭ সালে ছোট্ট শহর ওয়েলসে। সেই ছোট্ট পরিসর থেকে এটা এখন বিশ্বের অন্যতম বৃহত্তম সাহিত্য বিষয়ক অনুষ্ঠান। | El Hay Festival [es] de literatura i arts, que va començar al petit poble gal·lès de Hay-on-Wye allà per l'any 1987, al voltant d'una taula de cuina, s'ha convertit en un dels majors festivals literaris d'aquest tipus al món. |
24 | হে ফেস্টিভ্যাল এখন ওয়েলসের প্রান্ত এলাকা ব্রেকন বেকনস-এ অনুষ্ঠিত হয়। | |
25 | অনুষ্ঠানটি বিল ক্লিনটন কথিত ‘দ্য উডস্টক অব দ্য মাইন্ড' বলে পরিচিত। গত ২৫ বছর ধরে হে ফেস্টিভ্যাল সারাবিশ্বের লেখকদের একই প্লাটফর্মে এনেছে, তাদের চিন্তা ও বিতর্ক আদান-প্রদানের সুযোগ করে দিয়েছে। | Encertadament anomenat per Bill Clinton ‘el Woodstock de la ment' i amb l'espectacular paratge campestre de Brecon Beacons com a teló de fons, Hay ha reunit escriptors d'arreu del món durant 25 anys, amb la voluntat de debatre i de compartir històries. |
26 | ও হ্যাঁ, এ বছর হে ফেস্টিভ্যালের ২৫ বছর পূর্তি পালিত হয়েছে গত জুন মাসে। এ উপলক্ষে ১০ দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। | Enguany el Hay Festival aplegava a la seua 25a edició [en] i la localitat de Hay-on-Wye ho va festejar amb una celebració de 10 dies, que tingué lloc el passat mes de juny. |