# | ben | cat |
---|
1 | ভাসমান আলোকচিত্রে সিঙ্গাপুর | ‘Levitant’ per Singapur: un projecte fotogràfic desafia la gravetat |
2 | জেডেন তান এবং জেফ চেয়ং সিঙ্গাপুর জুড়ে ‘ভেসে বেড়িয়েছেন' আর ছাত্র-ছাত্রীদের শিখিয়েছেন ভাসমান আলোকচিত্রের গোপন কলা-কৌশল সম্পর্কে। | Jayden Tan i Jeff Cheong han estat ‘levitant' [en] per Singapur i, fins i tot, han ensenyat els estudiants els secrets de la fotografia de levitació. |
3 | তাদের প্রকল্পটি সিঙ্গাপুরবাসীর মনযোগ আকর্ষণ করেছে এবং এরই মধ্যে অনেকেই তাদের আলোকচিত্রের সৃজনশীলতা লক্ষ্য করেছে। | El seu projecte ha guanyat gran atenció a Singapur i molta gent ha apuntat ja la creativitat de les seues fotos. |
4 | আমরা এই ভাসমান আলোকচিত্রকে গভীরভাবে নিয়েছি। | Ens prenem de manera seriosa la fotografia de levitació. |
5 | এতে কোন কেবলের (দড়ি) সাহায্য নেয়া হয়নি, সাহায্য নেয়া হয়েছে ঘাম আর উদ্যমের। | Tot es fa sense cables, tot és suor i passió. |
6 | কোন ফটোশপ নয়, নয় কোন স্পর্শ। | Sense photoshop, sense retocs. |
7 | আমরা শুধুমাত্র রঙ সংশোধন করেছি একটি নির্দিষ্ট আবহ তৈরী করার জন্যে। বুঝেছেন নিশ্চয়ই | Sols corregim el color de la foto per dotar-la d'una determinada atmosfera |
8 | জেডেন এবং জেফ তাদের বিস্ময়কর আলোকচিত্রগুলি আমাদের গ্লোবাল ভয়েসেসের পাঠকদের সঙ্গে ভাগাভাগি করার অনুমতি দিয়েছে। | Jayden i Jeff ens han donat permís per a compartir les seues meravelloses fotografies amb els lectors de Global Voices. |
9 | তাদের সাথে আমাদের একটি ইমেইল সাক্ষাৎকার নিচে দেওয়া হলো। | I dessota podeu trobar l'entrevista via e-mail que vam tenir amb ells. |
10 | কী আপনাদেরকে এই প্রকল্পটি শুরু করতে অনুপ্রাণিত করেছে? | Què us va inspirar a l'hora de començar aquest projecte? |
11 | কখন আপনারা এই প্রকল্প শুরু করেছেন? | Quan el vàreu posar en funcionament? |
12 | নাৎসুমি হায়াশি তার মধ্যাকর্ষণ-বিরোধী ছবি তোলার মাধ্যমে ভাসমান আলোকচিত্রকে বিখ্যাত করেছেন। | Natsumi Hayashi [ja] va fer famosa la fotografia de levitació amb les seues instantànies que desafien la gravetat. |
13 | এবং তারপর থেকে এশিয়ার অনেকে এই উন্মাদনায় যোগ দিয়েছেন এবং তাদের দৈনন্দিন (আটপৌরে) জীবনের প্রবহমান কর্মকাণ্ডে লিপ্ত থেকে তাদের নিজেদের ‘ভাসমান' অমত্ত ছবিগুলো ভাগাভাগি করা শুরু করেছেন। | I, d'aleshores ençà, molta gent des d'Àsia al món s'ha unit a aquesta bogeria i ha començat a compartir les seues millors fotos, on apareixen ells mateixos ‘flotant' mentre fan les seues (mundanes) activitats quotidianes. |
14 | গত বছরের জুলাইতে আমরা ফেসবুক পৃষ্ঠাটি চালু করেছি। | Vàrem obrir la pàgina de Facebook en algun moment de juliol de l'any passat. |
15 | স্থানীয় সম্প্রদায়ের কাছ থেকে আপনারা কী কী প্রতিক্রিয়া লাভ করেছেন? | Quines reaccions heu rebut per part de la comunitat local? |
16 | কয়েকটি দল সিঙ্গাপুরে ভাসমান আলোকচিত্র তুলছে। | Hi ha diversos grups a Singapur que fan fotografia de levitació. |
17 | আমরা সবাই একই আবেগ দিয়ে সংযুক্ত এবং এটা খুব ভাল যে স্থানীয় পত্রিকাগুলো এই বিশেষ আগ্রহী দলটির বিষয়ে প্রথম পাতায় একটি কাভারেজ দিয়েছে! | Tots estàvem connectats per una mateixa passió i fou genial que els diaris locals dedicaren les seues portades a aquest interès tan especial nostre! |
18 | এই প্রকল্পটিতে আপনাদের প্রিয় আলোকচিত্র কোনগুলো? | De tot el projecte, quines són les vostres imatges favorites? |
19 | আমাদের পছন্দ গত বছরের ক্রিসমাসের সর্বশেষ অ্যালবামটি। | Ens agrada l'àlbum més recent que férem pel Nadal del passat any. |
20 | আমরা নৃত্যশিল্পী, খাদ্য-বিষয়ক ব্লগার এবং আমাদের কিছু বন্ধুদের সহযোগিতা নিয়ে কাজ করেছি। | Colaboràrem amb ballarins, blocaires de cuina i alguns dels nostres amics. |
21 | এত বড় একটা দলের ছবি তোলা যেন একটি মহাকাব্যিক ব্যাপার। | Fou una sessió èpica amb un grup tan gran. |
22 | অ্যালবামটির থিম ছিল নাতিশীতোষ্ণ অঞ্চলের ক্রিসমাস এবং আমরা মনে করি ক্রিসমাসের আনন্দ চারদিকে ছড়িয়ে দিতে এটা জাদুর মতো কাজ করেছে। | La temàtica era el Nadal als tròpics i pensem que té la màgia suficient com per escampar l'alegria del Nadal. |
23 | অন্য যেটি আমরা পছন্দ করেছি সেটি হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অ্যালবামের তোলা ছবিটি। | L'altre que més ens agrada és l'àlbum que vam realitzar a l'aeroport Changi de Singapur. |
24 | ভাগ্য ভাল যে আমরা বিমানবন্দরটির ট্রানজিট এলাকার ছবি তোলার অনুমতি পেয়েছি। | Tinguérem la sort d'aconseguir un permís per tal de fer fotos a l'àrea de trànsit. |
25 | প্রজাপতির বাগান, গতিশীল বৃষ্টির ভাস্কর্য এবং ছাদের উপরে একটা সুইমিং পুলের মতো খুবই আকর্ষণীয় পটভূমিসহ বিমানবন্দরের দৃশ্য খুবই সুন্দর। | L'aeroport disposa d'un escenari magnífic i un teló de fons molt interessant com ara el jardí de papallones, l'escultura de pluja cinètic i el terrat amb piscina. |
26 | ভাসমান আলোকচিত্র প্রকল্প নিয়ে এবছরের পরিকল্পণা | Quins plans teniu en el present any pel que fa al projecte de levitació? |
27 | আমরা এই মজা এবং সৃজনশীল নতুন নতুন গল্প বলা চালিয়ে যাবো আর পূর্ববর্তী অ্যালবামের কৃতিত্বকে অতিক্রম করার জন্যে নিজেদের চ্যালেঞ্জ করা অব্যাহত রাখবো। | Continuarem contant noves històries divertides i creatives i ens desafiarem per tal de superar l'àlbum anterior. |
28 | শেষাবধি আমরা নবীন শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কাজ ভাগাভাগি করার সুযোগ পেয়েছি। | De fa poc que tenim l'oportunitat de mostrar el nostre projecte als estudiants més joves. |
29 | এবং এর মজার দিকটি হলো যে এতে ছড়িয়ে দেওয়ার মতো উচ্ছ্বল কিছু জীবনের দক্ষতা রয়েছে। | I una part divertida de les coses és poder impartir certes habilitats de la vida alegre i senzilla. |
30 | ভাসমান আলোকচিত্রের নিখুঁত ছবিটি তোলার জন্যে কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে। | La fotografia de levitació requereix molt de treball per tal de capturar la imatge perfecta. |
31 | এতে অধ্যবসায়, দৃঢ়তা এবং উৎকর্ষের শিক্ষা রয়েছে যা আমরা তাৎক্ষণিক প্রয়োগ হিসেবে ভাগাভাগি করে থাকি। | Aprenem de les lliçons de perserverància, tenacitat i perfecció i les compartim en un compromís ad hoc. |
32 | হাতে-কলমে শিক্ষা দিয়ে অধিবেশনটি সমাপ্ত হয় যেখান থেকে তারা কাজটি সম্পর্কে একটি সম্যক ধারণা পায়। | La sessió acaba amb una lliçó pràctica que els permet copsar el sentit del treball. |
33 | কিন্তু ফলাফলটি দেখার পর গর্ব এবং বিস্ময়ে তাদের বুক ফুলে উঠে এবং এটা বাচ্চাদের মধ্যে অসম্ভবকে সম্ভব করার আত্মবিশ্বাস যোগায়। | Però quan veuen el resultat, l'orgull i l'astorament fan efecte i donen aquests nens la sensació d'èxit en veure's ells mateixos fent el que sembla impossible. |