Sentence alignment for gv-ben-20140312-42094.xml (html) - gv-cat-20140304-8168.xml (html)

#bencat
1#ডিজেড ২০১৪, আলজেরিয়ায় প্রতারণা এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে এক হ্যাশট্যাগ#DZ2014, l'etiqueta contra el frau i la dictadura a Algèria
2[উল্লেখিত লিঙ্ক ছাড়া সকল লিঙ্ক ফরাসী ভাষার] আলজেরিয়া এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে।Algèria s'afanya a viure unes eleccions presidencials capitals per al seu futur.
3দেশটির ভবিষ্যৎ এখন বিপদের মুখে। ১৭ এপ্রিল-এ এই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা।La jornada electoral és prevista per al 17 d'abril.
4১৫ বছর ধরে শাসন করার পরও দেশটির রাষ্ট্রপতি আবদেলআজিজ বুতাফ্লিকা আরো একবার উক্ত পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করে চতুর্থ দফা রাষ্ট্রপতি পদে নির্বাচনে দাঁড়িয়েছেন।Després de quinze anys al poder, Abdelaziz Bouteflika ha anunciat que es tornarà a presentar a un quart mandat al capdavant del règim algerià.
5তার এই ঘোষণাকে মোটেও স্বাগত জানানো হয়নি এবং অনেকে এই রাজনৈতিক উদ্দেশ্যের প্রতি তাদের বিরোধিতা তুলে ধরেছে।Però aquest quart mandat no és ben vist per tothom i hi ha moltes veus que denuncien aquest projecte polític.
6সোশ্যাল নেটওয়ার্ক ও ওয়েবের মাধ্যমে এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত করা হয়।A les xarxes socials i al web, la contestació s'organitza. Tot va començar a Facebook.
7আর এর সকল কিছুর শুরু হয়, ২২ ফেব্রুয়ারি তারিখে ফেসবুকে, আলজেরিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজধানীর এক উপকণ্ঠ ও এলাকা বোউজারেহ-তে [ইংরেজী ভাষায়] আলজেরিয়া বিশ্ববিদ্যালয়ের [ইংরেজী ভাষায়] সামনে জড়ো হয়।Uns quants joves algerians de sectors ben diversos es van aplegar un dissabte al matí davant la Universitat d'Alger [en] a Bouzareah [en], un municipi situat a la rodalia de la capital algeriana. Els seus eslògans expressaven prou clarament la seva ràbia i còlera.
8প্রতিবাদকারীর স্লোগানে তাদের ক্ষোভ এবং রাগ প্রকাশিত হচ্ছিল।Les seves reivindicacions eren simptomàtiques d'un profund desig de canvi.
9পরিবর্তনের প্রতি তাদের প্রবল ইচ্ছা তাদের দাবীর মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছিল। কিন্তু বিক্ষোভ প্রদর্শন শুরু হতে না হতেই পুলিশ ওই সমস্ত বিক্ষোভকারীদের উপর হামলে পড়ে এবং গ্রেফতার করে।Però des que van mostrar els seus cartells hostils al règim i a un enèsim mandat d'Abdelaziz Bouteflika al capdavant de l'estat, la policia se'ls va endur directament a comissaria.
10এটি সমাবেশের উপর তৈরী করা একটি ভিডিও:Aquest vídeo relata aquella concentració:
11এই বিক্ষোভে অংশ নেওয়া এক মহিলা ব্যাখ্যা করছে কেন সে বুতাফ্লিকার চতুর্থ মেয়াদের বিপক্ষে:Una dona que hi va participar explicava per què estava en contra del quart mandat de Bouteflika:
12এর আগে ২০০৮ সালে, আমরা এটা আদৌও আশা করিনি [তৃতীয়বারের মত রাষ্ট্রপতি পদে বুতাফ্লিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা]।El 2008 no ens esperàvem pas tot això. Era massa gros tot el que havia passat.
13তখন বিষয়টি বিস্ময়কর ছিল না যে সে সময় ঠিক তাই ঘটেছিল। কিন্তু এবার, এমনকি চতুর্থবারের মত নির্বাচনের ইচ্ছা প্রকাশের ঘোষণা প্রদানের আগে, আমরা তাকে বলতে চেয়েছিলাম থামো।Aquesta vegada, fins i tot abans que hagués declarat que es presentava a un quart mandat, li volem dir que no! No et volem pas!
14আমরা আর তোমাকে চাই না!Algèria no és una monarquia.
15আলজেরিয়া একনায়কের দেশ না।Algèria no és una dictadura.
16এটা এমন একটা দেশ যার ভিত্তি আইনের শাসন, আর আমরা সকলে সেই লক্ষ্যে কাজ করে যেতে চাই।És un estat de dret i hi hem de treballar tots plegats.
17আমিরা, ইদিয়ার, লেইলা এবং অন্যরা এই বিষয়ে নিশ্চিত ছিল যে বিক্ষোভের সময় পুলিশের সংখ্যা বিক্ষোভকারীদের ছাড়িয়ে যায়।Hi parlen Amira, Idir, Leila i alguns més [fr]. Estaven al corrent que els policies serien molt més nombrosos que ells en la concentració que volien organitzar.
18তারপরেও তারা সমবেত হতে থাকে। তবে ঘটনাক্রমে, বিষয়টি ঘটুক বা না ঘটুক, তারা একই সাথে প্রমাণ করেছে যে আলজেরিয়ায় যে কোন গণতান্ত্রিক জমায়েত সম্ভব করাকে সামাজিক প্লাটফর্ম-এর মাধ্যমে করতে হবে।Però inconscientment, o potser conscientment, van comprovar que les xarxes socials són poc vigilades pels aparells de seguretat a Algèria.
19যখন প্রথম ফেসবুকে বিক্ষোভের আহ্বান জানানোর উদ্যোগ গ্রহণ করা হয় [আরবি এবং ফরাসী ভাষায়], তখন কেউ তাদের গুরুত্বের সাথে গ্রহণ করেনি।També van provar que tota mobilització democràtica ja no és possible a Algèria fora de les xarxes socials.
20কিন্তু তারপর থেকে প্রতিদিন এই আহ্বানের প্রতি সমর্থন ক্রমশ বাড়তে শুরু করে।La seva crida a Facebook [fr] no es va prendre seriosament al principi.
21তাদের লক্ষ্য ছিল একটাই-৭৭ বছর বয়সী আবদেল আজিজ বুতাফ্লিকাকে চতুর্থ মেয়াদের জন্য না বলা। আলজেরিয়ার এই রাষ্ট্রপতি ১৯৯৯ সাল থেকে দেশটি শাসন করে আসছে।Però dia a dia, més i més persones van començar a unir-se a aquesta petita comunitat oposada a un quart mandat d'Abdelaziz Bouteflika, de setanta-set anys i el president que ja ha regnat el país des del 1999: és a dir, quinze anys.
22তিনি এমন একজন রাষ্ট্রপতি যে কিনা ক্ষমতায় থাকার উপায় খুঁজছে, যদিও তিনি প্রতিশ্রুতি প্রদান করেছিলেন যে তরুণ নেতৃত্বের হাতে তিনি দেশের শাসন ক্ষমতা হস্তান্তর করবেন।Un president que encara vol detenir el poder tot i que havia promès de passar el testimoni a la joventut, tal com deia en un discurs el 2012: http://www.youtube.com/watch?
23ঘটনাক্রমে বুতাফ্লিকার আরো পাঁচ বছরের মেয়াদে ক্ষমতায় থাকার উদ্দেশ্যে নির্বাচনে অংশ নেওয়ার বিরোধিতা করে প্রতি সপ্তাহ আলজেরিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ আন্দোলন অনুষ্ঠিত হয়ে আসছে।v=nPH6iGiMfCc Així es va posar en marxa, doncs, un moviment de contestació que convoca concentracions cada setmana davant les universitat per a mirar d'aturar la reelecció d'Abdelaziz Bouteflika.
24সাইবার একটিভিস্টরা অন্য আরো অনেক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে।Per a expressar la còlera dels algerians, uns quants cibermilitants han llançat nombroses iniciatives al web algerià.
25কিন্তু দাবীর প্রতি একাত্মতার মত এক চেতনার ক্ষেত্রে, এই সমস্ত প্রচেষ্টা #ডিজেড২০১৪ নামক হ্যাশট্যাগের অধীনে একত্রিত করা হয়েছে।I per aplegar-les totes i guiar millor l'opinió pública s'ha creat una etiqueta, #DZ2014, que permet de trobar totes les informacions essencials sobre la pròxima elecció presidencial que tindrà lloc el 17 d'abril a Algèria [fr].
26এই হ্যাশট্যাগের মাধ্যমে নেট নাগরিকরা ফেসবুকের বিপুল সংখ্যাক পাতার সঙ্গে নিজেদের পুনরায় যুক্ত করতে পারবে যা তাদের ১৭ এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া আলজেরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনী সময়সূচী সম্বন্ধে তাজা সংবাদ জানাবে।Gràcies a l'etiqueta, l'internauta accedeix directament a moltes pàgines de Facebook que difonen cada hora informacions sobre el desenvolupament de les eleccions. Unes informacions que destaquen els tripijocs utilitzats ací i allà per a afavorir el frau o imposar la dictadura als algerians.
27১,২,৩, উইন রায়া ইয়া সি, ডিজেড উইকিলিকস, এনভয়েস স্পেসুক্স আলজেরিয়ান, আন্টিচিটাডিজেড, আলজেরিয়ে ডিসকাশন, আলজেরিয়া ইলেকশন প্রেসিডেন্টিলে এই সমস্ত পাতা প্রাক নির্বাচনী প্রতারণার অভিযোগের বিরুদ্ধে লড়াই-এর এক মাধ্যমে পরিণত হয়েছে। কিন্তু ফেসবুক এবং টুইটার শুধু নতুন কোন সংবাদ উৎসের চেয়ে বেশী কিছু।Així, les pàgines de Facebook 1, 2, 3 win rayah ya Si [fr], DZ Wikileaks [fr], Envoyés Spéciaux Algériens [fr], Antichitadz [ar], Algérie Discussion [fr] i Algérie Election Présidentielle [fr], entre més, han esdevingut veritables mitjans socials que escruten el mínim esdeveniment polític i n'analitzen el detall.
28এখানে হাস্যরস এবং ব্যাঙ্গাত্মক কিছুর মাধ্যমে অর্জন করা গতিশীলতাকে বেশ সফল করা সম্ভব।Però a Facebook i Twitter, no sols es comenta seriosament l'actualitat política.
29যেমন এর তাৎক্ষনিক উদাহরণ, রেডিও ট্রোট্রোইর পাতা-এর ফটো মন্তাজ, ঠাট্টা এবং উপহাস করা ভিডিওর কারণে সত্যিকার অর্থে জনপ্রিয় হয়েছে।Els activistes miren de mobilitzar l'opinió pública fent riure, també. Per això s'hi han difós fotomuntatges, bromes i vídeos ridiculitzadors.
30এই ছবিটার নকশা করেছে কামেল লাবাইদ, যে যুক্তরাজ্যে বাস করা “আলজেরিয়ার একজন গ্রাফিক্স ডিজাইনার এবং চলচ্চিত্র নির্মাতা”, যা ফেসবুকে গণহারে ছড়িয়ে পড়েছে, তা আলজেরীয় হালকা রসিকতার এক উদাহরণ:La pàgina de Facebook Radio Trottoir [ar] és de fet un veritable mitjà que s'ha construït sobre aquest model d'informació basada en la ironia i la sàtira, com per exemple aquest fotomuntatge compartit per nombrosos Facebookers:
31এই ব্যঙ্গচিত্রের মানে হচ্ছে: তারা আপনাকে ভোট দিতে বলেছে?La caricatura diu: ‘Ens demanen que els votem?
32চারটি না-এর মাধ্যমে এর উত্তর প্রদান করুন,চতুর্থ বারের মত ক্ষমতা অর্জন,বংশানুক্রমে ক্ষমতা হস্তান্তর,দূর্নীতি,ডাইনোসর।Responguem-los amb 4 (no): quart mandat, transmissió hereditària, corrupció, dinosaures.' YouTube també s'ha encès [fr] amb tota aquesta mobilització política.
33চতুর্থ দফা রাষ্ট্রপতি হবার বিরোধিতায় যতটা সম্ভব বিক্ষোভকারী জড় করার ব্যাপারে ইউটিউবের বেশ ভালো ব্যবহার হচ্ছে।Els seus usuaris no paren de penjar-hi vídeos que s'adrecen als seus dirigents per a reclamar-los comptes i explicacions.
34ইউটিউব ব্যবহারকারীরাও, তাদের নেতাদের কাছে জবাবদিহিতা দাবী করছে। এদের মধ্যে কয়েকজন এমনকি আব্দুল আজিজ বুতাফ্লিকার সাথে সরাসরি কথা বলেছে এবং তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে বলছে।Uns altres s'adrecen directament a Abdelaziz Bouteflika i li demanen que plegui, com li ho diu ben clarament aquest noi algerià: “Fins i tot els servidors del règim s'oposen a aquest quart mandat que humilia Algèria.
35এই তরুণ আলজেরীয়রা তার কথায় পরাভূত হয়নি: এমনকি এই শাসকের যারা কর্মচারী, তারাও বুতাফ্লিকার এই চতুর্থ দফা নির্বাচনের বিরুদ্ধে যা কিনা আলজেরিয়াকে আঘাত করছে।Nosaltres també hem de dir no i rebutjar de donar cinc anys més a Bouteflika”, diu en un vídeo difós a YouTube.
36আমরা একই সাথে এই বিষয়টিকে না বলব এবং তাকে আবার পাঁচ বছরের জন্য ক্ষমতায় যাবার বিষয়টি প্রত্যাখান করব।Alguns col·lectius ciutadans filmen les seves accions de protesta sobre el terreny i sensibilitzen l'opinió pública.
37নাগরিক দলগুলো নিজেদের বিক্ষোভের বিষয়গুলো চলচ্চিত্রায়িত করছে এবং গণমতের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে।Aquests vídeos s'han difós en massa a les xarxes socials.
38সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিওগুলো ব্যাপক ভাবে প্রদর্শন করা হচ্ছে। তাদের এই প্রচারণার বিষয়টি আরো সম্ভব হয়েছে #ডিজে২০১৪ হ্যাশট্যাগের মাধ্যমে।Una compartició que ha estat possible gràcies a l'etiqueta #DZ2014, principal arma dels militants algerians en la seva lluita contra el frau electoral i la dictadura.