Sentence alignment for gv-ben-20130709-37330.xml (html) - gv-cat-20130303-4637.xml (html)

#bencat
1চীন, দূষণ আর ক্যান্সার আক্রান্ত গ্রামXina: la contaminació i els “pobles del càncer”
2চীনের সবচেয়ে বড়ো ইন্টারনেট ব্যবসায়ীদের একজন ম ইয়ান।
3তিনি হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, যত টাকা খরচ করা হোক না কেন, দূষণজনিত কারণে ক্যান্সারের আক্রান্ত হওয়া থেকে চীনের মানুষদের কেউ রক্ষা করতে পারবে না।L'empresari d'Internet més important de la Xina, Ma Yun [en], ha advertit que no hi ha diners suficients per protegir els rics d'una contaminació que causa càncer.
4তার এই সতর্কবাণী ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এদের অনেকেই দেশের বায়ুদূষণ, পানিদূষণ এবং খাদ্য নিরাপত্তার বিষয়ে সতর্ক রয়েছেন।Els seus comentaris han sigut repetits pels usuaris de la xarxa, molts dels quals ja estàn preocupats per la combinació tòxica de la contaminació de l'aigua i de l'aire al país, i també pels problemes de seguretat alimentària.
5ইয়াবুলি চীনা উদ্যোক্তা ফোরামের ১৩তম বার্ষিক সাধারণ সভায় চীনের নেতৃত্বশীল ই-কমার্স কোম্পানির আলীবাবা'র প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে দূষণজনিত স্বাস্থ্য সমস্যা এড়িয়ে কোনো ব্যবসা সুযোগ তৈরি না করার আহবান জানান।Durant la tretzena trobada anual del Fòrum Yabuli d'Empresaris Xinesos, el fundador i director executiu de l'empresa xinesa Alibaba, líder en el sector del comerç electrònic, deixà de banda les oportunitats de negoci per tal de tractar els problemes de salut presents a la Xina en relació amb la pol·lució.
6তিনি ভবিষ্যদ্বাণী করেন, আগামী ১০ বছরে চীনের প্রতিটি পরিবার ক্যান্সার সমস্যায় ভুগবে।Va predir [zh] que el càncer afectarà totes les famílies xineses d'ací a 10 anys.
7বিষয়টি নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন।
8তিনি আশাবাদী যে, জনগণ শুধুমাত্র সরকারের ওপর নির্ভরশীল না হয়ে নিজেরাও আরো বেশি পরিবেশ সচেতন হয়ে উঠবে:També va recalcar que els ciutadans haurien de tenir més consciència ecològica i no dependre només del govern:
9সিনা উইবোতে গ্লোবাল টাইমস চীনের “ক্যান্সার গ্রামের” মানচিত্র শেয়ার করেছেন।En Sina Weibo, Global Times va compartir un mapa dels “pobles del càncer” a la Xina.
10আজ থেকে ৩০ বছর আগে কারো ক্যান্সার হয়েছে এ কথা কয়জন শুনেছেন?Fa trenta anys, quanta gent coneixia algú amb càncer?
11সে সময়ে ক্যান্সার শব্দটা ছিল অপরিচিত।Càncer era una paraula estranya.
12আর এখন এটা খুব সাধারণ একটা অসুখ হয়ে দাঁড়িয়েছে।Avui s'ha convertit en una malaltia comuna.
13দুষিত পানি পান করার কারণে লিভার ক্যান্সার, বায়ুদূষণের কারণে ফুসফুসে ক্যান্সার, ভেজাল খাবারের কারণে গ্যাস্ট্রিক ক্যান্সার হয়ে থাকে।El càncer de fetge té a veure amb el nostre aire; el càncer d'estómac té a veure amb els nostres aliments. Les classes privilegiades tenen aigua neta, però no poden comprar aire net.
14যাদের টাকা আছে, তারা পরিষ্কার পানি খেতে পারেন।Em preocupa que treballem molt dur i que, finalment, tot el que guanyem se'n vaja en despeses mèdiques.
15কিন্তু তারা চাইলেই দূষণমুক্ত বাতাস পাবেন না। আমি খুবই চিন্তিত।No importa quants diners guanyes, si no pots gaudir de la llum del sol.
16আমরা সবাই কঠোর পরিশ্রম করছি।És realment una tragèdia.
17চিকিত্সাসেবার খরচ মেটানোর মতো টাকাও হয়তো রোজগার করছি। কিন্তু ঘটনা সেটা না আপনি কতটা রোজগার করছেন- আপনি যদি ভোরের সূর্যের আগমনী আবহ-ই দেখতে না পান, কী লাভ টাকা কামিয়ে।El seu discurs, compartit [zh] l'endemà en la famosa plataforma xinesa de microblocs Sina Weibo per Caijing News, provocà onades de reaccions entre els internautes i desencadenà més de 99.136 redifusions i 16.676 comentaris.
18সত্যিই এটা একটা ট্র্যাজেডি।Un usuari de Weibo va comentar [zh]:
19চাইজিং নিউজ এই বক্তব্য চীনের মাইক্রোব্লগিং সাইট সিনা উইবোতে শেয়ার করেন।No cal que passen 10 anys: en aquest moment, hi ha molts “pobles del càncer”.
20শেয়ার করার পরেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।El boirum en Beijing provoca un augment del 67 per cent dels casos de càncer.
21একদিনের মধ্যেই তা ৯৯,১৩৬ বার রিপোস্ট এবং ১৬,৬৭৬টি মন্তব্য পড়ে।La pol·lució és un desastre molt més gran del que pronosticarem.
22একজন উইবো ব্যবহারকারী“绿色传承生命 মন্তব্য করেন:Un altre usuari va escriure [zh]:
23আমাদের দশ বছর পরে যাওয়ার দরকার নেই। এখনই অনেক “ক্যান্সার গ্রাম” রয়েছে।Per aquesta raó escollim anar a visitar la nostra filla [a l'estranger] tots els anys.
24বেইজিংয়ের ধোঁয়া ক্যান্সার হার ৬৭% বাড়িয়ে দিচ্ছে। আমরা যা ধারণা করছি, দূষণের ফলে তার চেয়েও ভয়ংকর দুর্যোগ দেখা দিবে।Cada any esperem tenir l'oportunitat de menjar aliments de qualitat, per a variar, i gaudir d'un poc d'aire fresc i llum del sol, i així poder tenir més salut i viure més temps.
25অন্য একজন ব্যবহারকারী “高歌一曲abc” লিখেছেন [zh]: এজন্যই প্রতিবছর আমাদের মেয়েদের দেখতে আমরা বিদেশ যাই।El comentari de Ma sobre el problema del càncer a la Xina no és una exageració.
26আমরা আশা করি, প্রতিবছর বিদেশ গিয়ে আমরা মানসম্মত খাবারদাবার খেতে পারবো, নির্মল বাতাস উপভোগ করতে পারবো, উজ্জ্বল রোদ গায়ে মাখতে পারবো।
27আর এ কারণেই আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং বেশি দিন বাঁচতে পারবো। ক্যান্সার নিয়ে ম ইয়ানের বক্তব্য অতিরঞ্জিত নয়।En Sina Weibo, fins i tot el Global Times, portaveu del partit comunista, va compartir [zh] un mapa espantós dels “pobles del càncer” el mateix dia del discurs de Ma Yun:
28সিনা উইবোতে ম ইয়ানের বক্তব্যের দিনেই কমিউনিস্ট পার্টির মুখপাত্র বলে পরিচিত গ্লোবাল টাইমসও চীনের “ক্যান্সার গ্রাম” এর মানচিত্র শেয়ার করেছে:
29বেইজিং টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত “টুয়েলভ ফাইভ-ইয়ার প্ল্যান ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব এনভায়রনমেন্টাল রিস্কস ফ্রম কেমিক্যালস” প্রতিবেদনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, কেমিক্যাল বিষের কারণেই “ক্যান্সারের গ্রাম” এবং আরো কিছু এলাকায় স্বাস্থ্য সমস্যার প্রাদুর্ভাব ঘটছে।
30সাংবাদিক দেং ফেইয়ের মতে, মধ্য পূর্ব চীন থেকে মধ্য পশ্চিম চীনে এই “ক্যান্সারের গ্রাম” ছড়িয়ে পড়ছে। ফেব্রুয়ারির ২৩ তারিখে ইউথ টাইমস একই রকমের আরেকটি মানচিত্র শেয়ার করে।Segons el Beijing Times, el Ministeri de Protecció Mediambiental va publicar recentment el “dotzè plan quinquennal per a la prevenció i el control de riscs mediambientals per productes químics”, que afirmava clarament que, a causa de l'enverinament químic, havien començat a sorgir “pobles del càncer” i altres problemes greus de salut en determinades regions.
31সেখানে দেখা গেছে, চীনে একেক ধরনের ক্যান্সার একেক অঞ্চলে উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে।Segons el periodista Deng Fei, aquests “pobles del càncer” estàn expandint-se des del centre-est cap al centre-oest de la Xina.
32মানচিত্র থেকে প্রাপ্ত তথ্য দেখা যাচ্ছে, সাংহাইয়ের মতো পূর্বাঞ্চলীয় শহরগুলোতে গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার হার অনেক বেশি।El 23 de febrer, Youth Times també va compartir [zh] un mapa similar, en què es detallava l'alta freqüència dels diversos tipus de càncer a diferents zones de la Xina.
33আবার দক্ষিণপূর্বাঞ্চলে লিভার ক্যান্সার হওয়ার হার বেশি। তাছাড়া চীনে ডাক্তারি পরীক্ষায় প্রতি ৫ মিনিটে ৬ জনের ক্যান্সার ধরা পড়ছে।Segons el mapa, les ciutats orientals de la Xina com ara Shanghai tenen una freqüència alta de càncer d'estòmac, mentre que el sud-est mostra una freqüència alta de càncer de fetge.
34আর ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি ৫ মিনিটে ৫ জন মারা যাচ্ছেন।A més a més, cada cinc minuts sis persones són diagnosticades de càncer i cinc persones moren per aquesta mateixa afecció a la Xina.
35সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ক্যান্সারে উচ্চ হার হওয়ার কারণ অস্বাস্থ্যকর জীবনযাপন। সাথে স্বাস্থ্যের সবচেয়ে বড়ো ঝুঁকি পরিবেশের দূষণ তো রয়েছেই।Segons les notícies [zh], l'alt índex de casos de càncer té molt a veure amb un estil de vida poc saludable, dins d'un ambient que s'erigeix com una de les majors amenaces per a la salut.