# | ben | cat |
---|
1 | ক্যাম্বোডিয়ার অন্ধকারের মানচিত্র | Un projecte online recull les apagades elèctriques a Cambodja |
2 | নমপেন ভিত্তিক এক ক্রাউডসোর্সিং উদ্যোগ, নমপেন এবং ক্যাম্বোডিয়ার অন্যান্য এলাকায় নিয়মিত ভাবে বিদ্যুৎ না থাকার বিষয়টি নিয়ে এক মানচিত্র প্রস্তুত করেছে। | Urban Voice [en], una iniciativa de proveïment participatiu (crowdsourcing) amb seu a Phnom Penh (Cambodja), ha traçat [en] les apagades elèctriques que s'han tornat freqüents a la ciutat i a altres parts de Cambodja. |
3 | আরবাব ভয়েস বিগত দুই মাস ধরে বিদ্যুৎ না থাকার ১১০ টি রিপোর্ট গ্রহণ করেছে, আর দেশটির কোন কোন অঞ্চলে দিনে দশ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকার মত ঘটনাও ঘটেছে। | En els últims dos mesos, Urban Voice ha rebut més de 110 informes de talls de corrent, els quals han durat 10 hores en alguns districtes. |
4 | ২২ মে তারিখে দক্ষিণ ভিয়েতনামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় নমপেন একেবারে অন্ধকারে ডুবে যায়। | El passat 22 de maig, una avaria elèctrica al sud de Vietnam va sumir [en] Phnom Penh en la foscor. |
5 | ক্যাম্বোডিয়ার ৪০ শতাংশ বিদ্যুৎ আসে ভিয়েতনাম থেকে। | Vietnam proporciona a Cambodja un 40% del seu subministrament elèctric. |
6 | ব্যাপকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঘটনা দেশটির অনলাইনে জাতীয় বিদ্যুৎ পরিস্থিতির নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়। | L'apagada massiva va encendre el debat en línia sobre la situació [en] del subministrament elèctric del país. |
7 | নাগরিকরা সাম্প্রতিক মাসগুলোতে বিদ্যুৎ না থাকার ঘটনার ব্যাখ্যা দাবি করেছে। | Els ciutadans exigeixen explicacions sobre les apagades recurrents [en] dels últims mesos. |
8 | সে দিন যদিও রাত আটটার সময় বিদ্যুৎ চলে আসে, তারপরেও নমপেনের বাসিন্দারা ছিল ক্ষুদ্ধ। | Tot i que l'electricitat va tornar cap a les 20:00, els habitants de Phnom Penh encara estan descontents. |
9 | বিদ্যুতের এই আসা যাওয়ার স্থিরতা না থাকার কারণে তাদের এক সামাজিক-অর্থনৈতিক মূল্য প্রদান করতে হচ্ছে। | L'apagada massiva segueix un mes de greus talls de corrent per tota la ciutat, cosa que genera importants costos socioeconòmics pel fet de ser imprevisibles. |
10 | ক্যাম্বোডিয়ার নমপেনে ব্লাকআউট মানচিত্র, ছবি আরবান ভয়েস-এর। | Mapa de l'apagada a Phnom Penh, Cambodja. Imatge d'Urban Voice |
11 | আরবান ভয়েসে-এর মাই সোভান্না দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইলেকট্রিসিটে দু কম্বোজ-এর মানচিত্রের ফলাফল উপস্থাপন করেছে : | My Sovann d'Urban Voice va presentar [en] el resultat del mapatge a Electricité du Cambodge, el proveïdor d'electricitat del país: |
12 | এখানে এক কথায় বলা যায়, ঘটনাটি দেশে কেবল বিদ্যুৎ না থাকার বিষয় নয়, বিদ্যুতের আসা যাওয়ার বিষয়ে কোন ধারণা না থাকা। | El tema en qüestió no és, doncs, que hi hagi talls de corrent, sinó que siguin imprevisibles. |
13 | কখন, কোথায়, এবং কতক্ষণ বিদ্যুৎ থাকবে না, সে সব বিষয়ে কোন ধারণা না থাকা? এতে ব্যবসায় সামাজিক-বাণিজ্যিক এক মূল্য যুক্ত করতে হচ্ছে। | No saber quan, on ni quant temps durarà l'apagada genera costos socioeconòmics a les empreses, organitzacions i particulars. |
14 | এই বিষয়টি খুব সহজেই উপেক্ষা করা যেত, যদি নমপেনের বাসিন্দারা জানতে পারত কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকবে না, আর তা জেনে তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারত। | Els costos es podrien evitar fàcilment si els habitants de Phnom Penh sabessin quan hi haurà un tall de corrent i, per tant, poguessin prendre mesures alternatives. |
15 | আরবান ভয়েস বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন উল্লেখ করে কোন সময় কোন এলাকায় বিদ্যুৎ প্রদান বন্ধ রাখবে: | Urban Voice insta [en] l'empresa a publicar l'horari dels talls de corrent: |
16 | এখানে ইলেকট্রিসিটে দু কম্বোজের (ইডিসি) প্রতি আমাদের বার্তা; কোথায় কখন বিদ্যুৎ থাকবে না তা প্রকাশ করুন, অথবা আমাদের একটা উত্তম ব্যাখ্যা দিন কেন এই তালিকা প্রকাশ করা প্রায় এক “অসম্ভব” বিষয়। | Aquest és el missatge que enviem a Electricité du Cambodge (EDC): Publiqueu els talls de corrent, o tracteu d'explicar-nos millor per què publicar un horari és suposadament “impossible”. |
17 | ছবি আরবান ভয়েস থেকে নেওয়ায় | Imatge d'Urban Voice |
18 | | Aquestes són algunes de les reaccions a Twitter sobre les apagades a Cambodja: |
19 | @ক্যারিজেয়ান্নেজ আমার ক্যাম্বোডিয় জীবনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম সময় বিদ্যুৎবিহীন অবস্থায় আমি আমার বাসার ছাদে বসে আছি, যেখানে (সামান্য) মৃদু হাওয়া বইছে, টিকটিকির টিকটিক এবং ঝিঁঝিঁ পোকার ঝিঁ……ঝিঁ তান শুনছি। | @CarrieJeanneJ És l'apagada més llarga que he vist a Cambodja. Estic asseguda a la teulada amb una (suau) brisa, escoltant el soroll que fan els dragons i els grills. |
20 | @সি_ পানহাভিওন বৃষ্টি পড়ছে, নেমে আসুক ফোঁটায় ফোঁটায়, আর ধরণীকে শীতল করুক। | @C_Panhavion i està plovent, ja va bé que plogui i refredi la terra. |
21 | এখন দারুন গরম, এদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। | Aquesta calor és un fàstic, ja que sovint se'n va la llum. |
22 | @সোক্লাইয়া৫৪৩ বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন। | @Sokly543 Se n'ha anat la llum. |
23 | আমি এখন কোন কাজ করতে পারছি না। | No puc fer res ara |