# | ben | cat |
---|
1 | প্রচণ্ড সেচের চাহিদা ইরানী কৃষকদের নিরাপত্তা বাহিনীর মুখোমুখি দাঁড় করিয়েছে | Pagesos iranians s'enfronten a la policia per l'aigua |
2 | ছদ্মনামে ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে বুধবার, ২৭ ফেব্রুয়ারি তারিখে সেচের পানি স্বল্পতার প্রতিবাদ ইরানের ইস্পাহান এলাকার পূর্বাংশের ক্ষুব্ধ কৃষকদের তুলে ধরা হয়েছে, যারা বিক্ষোভে কয়েকটি বাসও জ্বালিয়ে দিয়েছে। | Un vídeo anònim publicat a YouTube el dimecres 27 de febrer de 2013 mostra grups airats de pagesos de l'est de la província iraniana d'Isfahan entre autobusos en flames en el marc de les protestes que s'hi estaven produint contra la manca d'aigua. |
3 | | Hi ha informes creïbles que parlen d'enfrontaments amb les forces de seguretat, però la informació és molt limitada i els mitjans oficials guarden silenci. |
4 | এর মাত্র একদিন আগে আপলোড করা আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে যে কৃষকরা তাদের প্রতিবাদের অংশ হিসেবে জায়ান্দেরুদ থেকে ইয়াজ পর্যন্ত বয়ে যাওয়া একটি পানির পাইপে খুলে ফেলেছে, কারণ এই পানি তাদের চাষাবাদের জন্য অপরিহার্য। | En un altre vídeo es pot veure com, tot just uns dies abans, els pagesos rebentaven una canonada que duu aigua del riu Zayanderood [es] a la ciutat de Yazd com a part de les protestes per l'accés a l'aigua, vital per a la supervivència de les seves collites. |
5 | ইরানগ্লোবাল সংবাদ প্রদান করেছে যে পানির দুষ্প্রাপ্যতার বিষয়ে ইরানের কৃষকরা গত এক মাস ধরে বিক্ষোভ প্রদর্শন করে আসছে, কিন্তু সরকার এই বিষয়ে কোন সাড়া প্রদান করেনি। | Segons l'agència Iranglobal, fa almenys un mes que els pagesos protesten per la manca de recursos, però no han rebut cap resposta oficial a les seves reclamacions. |
6 | ইস্পাহানে ক্ষুব্ধ কৃষকরা বাস পুড়িয়ে দিয়েছে। | Pagesos aïrats cremen autobusos a Isfahan. |
7 | ভিডিওর স্ক্রিনশট থেকে নেওয়া। | Captura de pantalla del vídeo. |
8 | ফেসবুকে জায়েনদারুদ নামক এলাকার কৃষকদের সংঘঠিত বিক্ষোভের কিছু ছবি এবং ভিডিও। | Es poden trobar algunes fotografies i vídeos de les protestes dels pagesos de Zayanderood a Facebook. |
9 | জ্বলন্ত বাসসমূহ | Autobusos en flames |
10 | http://www.youtube.com/watch? | http://www.youtube.com/watch? |
11 | v=u6kaoUaanpE&feature=player_detailpage | v=u6kaoUaanpE&feature=player_detailpage |
12 | পাচ জন নিহত হবার সংবাদ? | Cinc morts? |
13 | সাসিমাদেহ বলছে অনির্ভরযোগ্য সূত্রে পাওয়া সংবাদ অনুসারে জানা গেছে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে পাচজন নিহত হয়েছে এবং বেশ কিছু নাগরিক আহত হয়েছে। | Segons Sasemadehy, alguns informes no confirmats parlen de cinc morts i diversos ferits en els enfrontaments amb les forces de seguretat. |
14 | অভিযোগ রয়েছে যে সরকার ইস্পাহানের খুররামসাগারান এলাকার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং কৃষকের দমনের জন্য আরো নিরাপত্তা বাহিনীর সদস্য পাঠানো হয়েছে। | Segons aquestes informacions, el govern ha tallat les comunicacions procedents de Khurasgaran a Isfahan i ha enviat més forces de seguretat per reprimir els pagesos. |
15 | পানির পাইপ ভেঙ্গে ফেলা। | Canonada d'aigua rebentada |
16 | ২২ ফেব্রুয়ারি তারিখের পর দৃশ্যত বিক্ষোভ আরো তীব্র আকার ধারণ করে যখন পানির পাইপ ভেঙ্গে ফেলা হয়। | Sembla que les protestes han pres força després que el 22 de febrer els pagesos rebentessin una canonada d'aigua. |