Sentence alignment for gv-ben-20120316-23493.xml (html) - gv-cat-20120315-1351.xml (html)

#bencat
1সিরিয়া: এক বছরের রক্তপাত বন্ধের প্রচারাভিযানSíria: campanya per aturar un any de matances
2এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সিরিয়ার প্রতিবাদ ২০১১/১২-এর অংশ।Aquest apunt forma part de la cobertura especial Syria Protests 2011/12.
3মিশর থেকে জেয়নাব প্রচারাভিযানটিতে যোগ দেনLa Zeinab d'Egipte s'ha unit a la campanya.
4১৫ই মার্চ, ২০১১-তে আরম্ভ হওয়া সিরীয় বিপ্লবের সাথে সাথে সহিংসতার এক বছর পূর্তিতে একটি প্রচারাভিযান শুরু করা হয়েছে সারাবিশ্বের বরেণ্যব্যক্তিবর্গ (সেলিব্রিটি), নেতৃস্থানীয় টুইটার ব্যবহারকারী এবং এনজিওসমূহের (সিআইএইচআরএস, এফআইডিএইচ, ইত্যাদি) বিশ্বব্যাপী আন্দোলন সংগঠিত করার জন্যে, যেন তারা বিশ্ব নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সেখানকার রক্তপাত বন্ধ করার বিশাল আহবান জানান।Per recordar el primer aniversari de la violència i repressió que va acompanyar la revolta a Síria, iniciada el 15 de març de 2011, s'ha obert una campanya de mobilització i acció de personalitats, usuaris detacats de Twitter i ONG (CIHRS, FIDH, etc.) de tot el món per llançar una crida en massa als dirigents polítics a unir-se i aturar la matança al país.
5জনগণকে স্বাক্ষরসহ নিজ ভাষায় “সিরিয়ার জন্যে ঐক্যবদ্ধ হোন” অথবা “এক বছরের রক্তপাত বন্ধ করুন” লিখে তার ছবি তুলে প্রচারাভিযানটির ফেসবুক পাতায় আপলোড করতে উৎসাহিত করা হচ্ছে।Es proposa a la gent de fotografiar-se amb cartells que diguin “UNIU-VOS PER SÍRIA” i “ATUREU UN ANY DE MATANCES” en la seva llengua i penjar les fotos posteriorment a la pàgina de Facebook de la campanya.
6যত বেশি সম্ভব প্রতিক্রিয়া পেতে প্রচারাভিযানটি ব্রাজিল থেকে ইন্দোনেশিয়া থেকে আরববিশ্ব পর্যন্ত চলছে।L'acció es porta a terme del Brasil a Indonèsia, passant pel món àrab, i busca tanta participació com sigui possible.
7১৫ই মার্চ টুইটারে #ইউনাইটফরসিরিয়া-এর পাশাপাশি বিশ্বের বরেণ্যব্যক্তিবর্গের একটি ভিডিও চালু হবে।El 15 de març es llançarà un vídeo de personalitats mundials, juntament amb l'etiqueta #UniteForSyria a Twitter.
8বৈশ্বিক আহবানটির সমর্থনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের “সিরিয়ার জন্যে ঐক্যবদ্ধ হোন এবং এক বছরের রক্তপাত বন্ধ করুন” আহবান জানিয়ে ফিনান্সিয়াল টাইমসে বিশ্বের ৫০জন নেতার একটি খোলা চিঠি প্রকাশিত হবে। এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সিরিয়ার প্রতিবাদ ২০১১/১২-এর অংশ।En suport d'aquesta crida mundial, una cinquantena de líders de tot el planeta han publicat una carta oberta al diari Financial Times en què demanen als membres del consell de seguretat de l'ONU que “s'uneixin per Síria i aturin un any de matances”.