Sentence alignment for gv-ben-20100416-10378.xml (html) - gv-cat-20100422-59.xml (html)

#bencat
1পোল্যান্ড: আত্মা শান্তিতে ঘুমাক, কৃষ্ণ শনিবার, ১০.Polònia: rèquiem del Dissabte Negre
2০৪.২০১০ ওয়ারশতে প্রজ্বলিত মোমবাতি, ছবি মারিয়া সেইডেল-এরEspelmes a Varsòvia, fotografia de Maria Seidel
3যেমনটা আমরা পোলিশ জাতির জীবনে ঘটা বেদনাদায়ক ঘটনার প্রথম ২৪ ঘন্টার মাঝে বাস করছি, এই সময় পোল্যান্ড যখন তার রাষ্ট্রপতি ও অন্য গুরুত্বপূর্ণ ৯৫ জন ব্যক্তিকে হারিয়েছে, তখন সামাজিক প্রচার মাধ্যম সকালের এই শোকাবহ ঘটনার বিভিন্ন প্রতিক্রিয়া তুলে ধরেছে।Encara no havien passat les primeres 24 hores des de la tragèdia de la nació polonesa, i les xarxes socials ja presentaven diverses reaccions als fets ocorreguts aquell matí, quan Polònia perdé el seu president i 95 personalitats públiques del país.
4ফেসবুকে, লোকজন নতুন তৈরি করা একটি দলে জড় হয়েছে: [*] স্মোলেনেস্কের কাছে যে সমস্ত পোলিশ নাগরিক নিহত হয়েছেন তাদের জন্য।A Facebook, molta gent s'ha anat unint als nous grups que s'han creat:
5এই শোকের সময় আমরা একতাবদ্ধ[*] Per als polonesos que avui han mort prop d'Smoleńsk.
6আত্মা শান্তিতে ঘুমাক (রেস্ট ইন পিস বা আর.Tots units en la tragèdia Descansin en pau.
7আই. পি) কৃষ্ণ শনিবার ১০.Dissabte Negre 10.04.2010
8০৪.২০১০ এখনো অনেকের এই সত্যটি মেনে নিতে কষ্ট হচ্ছে :Alguns encara lluiten per acceptar els fets:
9লুকাসজ সোসিনিস্কি: উন্মাদ!Que fort!
10অসম্ভব… আমি এটা বিশ্বাস করি না।Impossible… no m'ho vull creure.
11অন্যরা আজকের দিনের এই বিপর্যয়ের কথা স্মরণ করার উপর জোর দিয়েছেন ও কোন এলাকায় এটি ঘটেছে তার উপর:Alguns altres afirmen la importància de recordar la catàstrofe d'avui i el lloc on ha passat:
12গোসিয়া মুটকা : এই ঘটনার সাথে কাতিনে ঘটা হত্যাকাণ্ড এমন এক বিষয় যার কথা পোলিশ জনতা কখনোই ভুলবে না।Aquesta tragèdia, igual que la matança de Katyń, els polonesos mai no l'oblidarem…
13অনেকেই পুরো ঘটনার দুর্ভাগ্যজনক বিষয়টির তুলে ধরেছেন:Molts destaquen la trista ironia que envolta l'accident:
14কাতিনের ঘটনায় যারা নিহত হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা সেখানে গিয়েছিল এবং নিজেরাই দুর্ঘটনার শিকার হল….Molts es desplacen per retre tribut a les víctimes de Katyń i es converteixen en víctimes ells mateixos…
15রাষ্ট্রপতি ভবনের সামনের অংশ, ওয়ারশ, ছবি মারিয়া সেইডেল-এর।Davant el Palau Presidencial, Varsòvia, fotografia de Maria Seidel
16সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট ‘নাসকা-ক্লাসা' বেশ কিছু পরিমাণ গুরুত্বপূর্ণ পোস্ট ছাপে, যা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা, জাতির প্রতি বেদনা এবং পুরো দেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পাশে থাকা ব্যক্তিদের প্রতি নতুন এক ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে:La pàgina de la xarxa social Nasza-Klasa també compta amb moltes entrades expressant el condol a les famílies, la tristesa de tota una nació i una nova visió d'unitat per a tot el país al voltant de la figura del president:
17যখন তিনি জীবিত ছিলেন কেউ তাকে সমর্থন করেছে, অন্যেরা তার বিরোধিতা করেছে।Mentre vivia, alguns li donaven suport i alguns altres s'hi oposaven.
18এই দুর্ঘটনার পর সকলেই তার পেছনে এসে দাঁড়িয়েছে!La tragèdia ha fet que tothom li doni suport!
19বিষয়টি বেদনাদায়ক এই কারণে যে, কেবল এই সময়ে তাকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হয়েছিল।
20যখন তার জীবদ্দশায় তাকে নিয়ে আমরা রসিকতা করতাম…. এখন কেবল বিষাদ এবং শোক, কারণ আমাদের রাষ্ট্রপতি ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন এবং তার সাথে আরো অনেকেও এ জগৎ ছেড়ে চলে গেছে।És trist que només ara se'l consideri el president, perquè tots solíem fer-li befa quan vivia… En aquests moments només hi ha tristesa i pena perquè el nostre president i molts altres han marxat.
21এটা বেদনাদায়ক এবং হতাশার বিষয় যে, কেবল এখন তার প্রশংসা (*) করা হচ্ছে.És trist i depriment que només ara sigui valorat.
22তার পরিবারের প্রতি তীব্র সহানুভূতি প্রকাশ করা হচ্ছে এবং তারাই এসব করছে, যারা সত্যিকারের অনুতাপ করে!!!Molt ànim a les seves famílies i a les persones més properes!
23ওয়ারশ-এ এক কিশোরী স্কাউট, ছবি মারিয়া সেইডেল-এরUna noia escolta a Varsòvia, fotografia de Maria Seidel
24যখন সবাই সরকারি বিবৃতির অপেক্ষায়, তখন ফোরাম ও সংবাদের মন্তব্যে, লোকজন এই দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ নিয়ে আলোচনা করতে শুরু করেছে।Mentre s'esperen declaracions oficials, als fòrums i als comentaris dels articles de notícies, la gent comença a debatre les raons reals que s'amaguen rere l'accident.
25রোলেড সবচেয়ে বাস্তব কারণগুলোর তালিকা তৈরি করেছে:Roled enumera les més òbvies:
26১ আপনারা পুরনো বাজে একটা যান নিয়ে উড়াল দিলেন, এমন এক যান, যাকে এমনকি পাইলটও ওড়াতে ভয় পাচ্ছিল।1. Voles amb aparells antics, que fins i tot els pilots temem conduir.
27২. আপনারা পুরনো বাজে একটা যান নিয়ে ঝড়ো এক আবহাওয়ায় উড়াল দিলেন, সামনের কোন জিনিস দেখা যাচ্ছিল না এমন আবহাওয়ায়।2. Voles amb aparells antics en condicions meteorològiques difícils, amb molt poca visibilitat.
28৩. আপনারা এই বাজে জিনিসটিকে এমন এক বিমান বন্দরে নামানোর সিদ্ধান্ত নিলেন যা বাজে আবহাওয়া নামার অনুপযুক্ত।3. Decideixes aterrar l'aparell en un aeroport que no està disponible per les condicions meteorològiques.
29৪. বিমানে ৮০ জন এর বেশি যাত্রী ছিল, প্রধানত তারা ছিল দেশের গুরুত্বপূর্ণ সব ব্যক্তি।4. Amb tu viatgen més de 80 persones, bàsicament les més importants.
30৫ এটা একটা সাধারণ জ্ঞানের ব্যাপার যে, এমন এক ব্যক্তি যার অতীত ইতিহাস রয়েছে পাইলটদের জোর করা, যাতে তারা “কম ভয় পায়” [অতীতে খারাপ আবহাওয়া রাষ্ট্রপতির জরুরি অবতরণের অনুরোধ জানানোর কথা উল্লেখ করে], এর ফলাফল, যদি আপনি পরিষ্কার ভাবে দেখতে পারেন, তা হলে তাদের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন।5. Ja se sap que certes persones tenen un llarg historial a l'hora de forçar els pilots a ser “menys porucs” [clara referència a la demanda prèvia del president d'aterrar en males condicions].
31উইজেক_এক্সট্রিমা ধারণা করছেন [পোলিশ ভাষায়]:Els resultats, si un hi pensa fredament, encara els han de veure.
32বেদনাদায়কভাবে, আমি বিশ্বাস করি পাইলটের উপর চাপ প্রয়োগ করা হয়েছিল।Wujek_extrema especula[PL]: Malauradament crec que es va pressionar els pilots.
33আমি শুনতে পেয়েছি তাদের একজন বলছে: “আমরা রাশিয়াকে এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেব না, আমরা কি করবো”- বিশেষ করে কাতিন যাবার পথে।Gairebé puc escoltar algú dient: “No deixarem que els russos ens diguin què hem de fer”; especialment en direcció a Katyń.
34আন্তর্জাতিকভাবে এটা আমাদের জন্য একটা লজ্জা, যখন তা সরকারি বিষয় হয়ে দাঁড়ায়।Serem la riota internacional quan això sigui oficial.
35এনওয়াইসিএইচ রাষ্ট্রপতির হস্তক্ষেপের সম্ভাব্যতার কথা উল্লেখ করছে [পোলিশ ভাষায়]:nych fa referència a la possibilitat de la intervenció del president [PL]:
36যদি রাশিয়া তাদের অবতরণ না করার পরমার্শ দিয়ে থাকে, তা হলে আমি নিশ্চিত যে কাসজর [রাষ্ট্রপতি] নিজে ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন, অন্যথায় দেরি করে সিদ্ধান্ত দিয়ে এই দুর্ঘটনা ঘটার অপেক্ষায় থাকতেন না।Si els russos els aconsellaven no aterrar, estic segur que Kaczor [president] personalment va decidir el contrari, no podia arribar tard.
37এক্সওয়াইজেড এই রকম সিদ্ধান্ত নেবার পেছনের সম্ভাব্য কারণ কি হতে পারে তা উল্লেখ করছেন [পোলিশ ভাষায়]:xyz assenyala les raons darrere decisions com aquesta [PL]:
38অভিজ্ঞ পাইলট এবং জেনারেলরা এই বিমানে ছিলেন।Hi havia generals i pilots experimentats a bord.
39তারা এই রকম আবহাওয়ায় অবতরণ করার ঝুঁকি সম্বন্ধে অবশ্যই অবহিত ছিলেন।Havien de ser conscients dels riscos d'aterrar aquest tipus d'aparell en aquelles condicions.
40কোন কোন ব্যক্তির ক্ষেত্রে এ রকম ঘটনা ঘটতে পারে, যারা পরিকল্পিত দেরির কারণে বিমানবন্দর পাল্টানোর উপদেশ গ্রহণ করে/ কোন উৎসব উদযাপনে তাদের অংশ নেওয়াকে অসম্ভব করে তোলে এবং হয়ত তারা অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল-সত্য কি ছিল তা আমরা কখনোই জানতে পারবো না।Potser s'ha donat el cas que un grup discutia si canviar d'aeroport amb un retràs que significaria no participar en els actes que tenien previstos. Potser han estat massa ambiciosos.
41পিএফজি একই সাথে এতগুলো কর্মকর্তার একই বিমানে ভ্রমণের মত দায়িত্বহীন কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন [পোলিশ ভাষায়]:Mai no ho sabrem. pfg qüestiona la irresponsabilitat que suposa tenir tants oficials viatjant en el mateix avió [PL]:
42আমি বুঝতে পারি না কেন রাষ্ট্রপতি তার এতগুলো সংসদ সদস্য, মন্ত্রী, জেনারেল গাগর ও অন্য সরকারি কর্মকর্তাদের নিয়ে বিমান যাত্রা করেছিলেন। সামরিক বাহিনীর সকল প্রধানই একই বিমানে যাচ্ছিল-এটা এক অবিশ্বাস্য ব্যাপার।Entenc que el president viatgés amb diputats, ministres, el general Gągor i més oficials…, però que tots els caps majors de l'exèrcit viatgin en un mateix avió és increïble.
43যখন আমরা সকলেই এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছি, ওয়াইকপ ব্যবহারকারী এই তথ্যের উপর মনোযোগ দিয়েছে [পোলিশ ভাষায়] বিশ্ব কাতিন হত্যাকাণ্ডের ব্যাপারে সত্যি ঘটনা জানতে পেরেছে।Mentre esperem respostes a aquestes preguntes, els ususaris de Wykop se centren [PL] en el fet que el món comença a saber la veritat sobre la massacre de Katyń.
44হিমাস লিখেছে [পোলিশ ভাষায়]:Hemus escriu [PL]:
45@জেমেসিকআর, পুরো ঘটনার বিষাদময় বাস্তবতা সত্ত্বেও, আপনি ঠিকই বলছেন।@JamesikR A pesar de la tragèdia i d'aquesta situació, tens raó.
46যদিও এই বিষয়ে আমার অনুভূতি মিশ্র। আমি মনে করি আজকের বেদনাদায়ক ঘটনা হয়ত পশ্চিমের চোখ খুলে দেবে এবং ভবিষ্যৎ-এ আমরা “পোলিশ কনসেনট্রেশন ক্যাম্পের (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের বন্দি শিবির)” -এর কথা শুনবো না।Fins i tot jo tinc sentiments barrejats, crec que potser la tragèdia d'avui farà obrir els ulls a Occident i no haurem de tornar a sentir noves declaracions sobre els “camps de concentració polonesos”.
47আশা করি ডজন খানেক লোকের মৃত্যু হাজার মানুষের মৃত্যুর ঘটনাকে ঢেকে দেবে না।Però la mort d'unes dotzenes de persones no amagarà la mort de milers.
48ম্যাকজারনি এক ব্যবহারকারী মন্তব্যের পরবর্তী ঘটনাকে অনুসরণ করেছেন, যে দাবি করেছে যে এই দুর্ঘটনা সম্বন্ধে জানার জন্যই কেবল অনেক বেশি লোক প্রধান সার্চ ইঞ্জিনে প্রবেশ করে:Mczarny segueix la línia dels comentaris que defensen que el trànsit generat en els principals motors de cerca es deu a la curiositat que ha suscitat l'accident:
49মানবের এই কৌতূহলের জন্য ঈশ্বরকে ধন্যবাদ।Gràcies a Déu que existeix la curiositat humana!
50আমি আর একধাপ এগিয়ে গিয়ে বলতে চাই যে, আজকের এই বেদনাদায়ক ঘটনা উপেক্ষিত হবে না এবং দেখাবে যে, অন্যরা কিসের জন্য লড়াই করছিল- স্মৃতির জন্য।I encara diré més: la tragèdia d'avui no acabarà en un pou sense fons, mostrarà per què lluitaven els altres, la memòria.
51বেদনাদায়ক বিষয়টি হচ্ছে, এর জন্য তাদের চড়া মূল্য দিতে হল।Malauradament, ells són qui ha pagat el preu més alt.
52জ্যাক্সন একটি ইতিবাচক মন্তব্য করেছে [পোলিশ ভাষায়], সেখানে সে উল্লেখ করেছে এটা পোল্যান্ড ও রাশিয়ার সম্পর্ক আরো উন্নত করতে সাহায্য করবে।Zexon comenta [PL] la nota positiva, diu que la tragèdia pot portar a millorar les relacions entre Polònia i Rússia:
53এবং হয়ত এতে পোল্যান্ড-রাশিয়ার সম্পর্ক খানিকটা ভালো হবে।I potser milloraran les relacions entre Polònia i Rússia.
54সকল পতাকা অর্ধনমিত, ছবি মারিয়া সেইডেল-এর। lTotes les banderes a mig pal, fotografia de Maria Seidel
55ব্লগ ইঞ্জিন ব্লক্স. পিএল, ব্লগে প্রতিক্রিয়ার পরিমাণ বাড়তে থাকার উত্তরে, পাঠকদের আহ্বান জানিয়েছে [পোলিশ ভাষায়] তাদের পোস্টের মন্তব্য বিভাগে, যে সমস্ত মন্তব্য এসেছে সেগুলো সংগ্রহ করার জন্য।La pàgina de blogs blox.pl, en resposta l'augment de la quantitat de reaccions dels blogs, ha demanat [PL] als seus lectors que posin les entrades en la secció de comentaris.
56কিছু ব্লগার যেমন, গ্রেরজেগরজ আজদুকিওয়াজিক সেদিনের ঘটনাবলি সবাইকে জানিয়েছে [পোলিশ ভাষায়], যার মধ্যে ছবিও অর্ন্তভুক্ত ছিল:Els blocaires, com ara Grzegorz Ajdukiewicz, comparteixen [PL] com han viscut aquest dia i les seves fotografies:
57এই বেদনাদায়ক ঘটনটি আমার সারাটি দিন মাটি করে দিয়েছে।This tragical event totally ruined my day.
58আমি ধারাবাহিক ভাবে চলতে থাকবে এক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছিলাম, যার নাম ফোটো ডে (ইতোমধ্যে #৮. ০ সংস্করণ পর্যন্ত তৈরি হয়েছে)।I started going to an event in the series called Photo Day (already edition #8.
59সেন্ট্রাল স্টেশনের কাছে যে এলাকাটি পরিষ্কার করা জন্য বন্ধ করে রাখা হয়েছে, সেখানে ডজন খানেক সাংবাদিক জড় হয়েছিল।0). In the area of closed for refurbishment Central Station dozens of reporters gathered.
60এদের একজন কথা বলতে বলতে আমাকে অতিক্রম করে গেল। আমি শুনতে পেলাম, “রাষ্ট্রপতি”, “সকলেই নিহত?”One of them marched next to me talking on the phone.
61ইত্যাদি শব্দ উচ্চারণ করছে। আমি মনে করেছিলাম এটা বুঝি কোন রসিকতা (গুজব তৈরির জন্য ভিড়ের মঝে কোন কিছু বলা)।I heard “President,” “all died?” etc. I thought it was a joke (saying something in the crowd to start a gossip).
62ভূগর্ভস্থ সুরু এলাকা দিয়ে হেঁটে বের হয়ে প্রায় বন্ধ হয়ে যাওয়া শুঁড়িখানায় প্রবেশ করলাম। বিস্মিত হয়ে আবিষ্কার করলাম সেখানে একটা এলসিডি টিভি, সেটা চালু ছিল।I walked out of the stinky underground passage and walked into the almost closed down bar, where to my surprise they still had a TV LCD.
63কিছু লোক সেখানে হা করে টিভির পর্দা দৃষ্টি নিবদ্ধ রেখেছিল।It was on, a few people stared at it with open mouths.
64তখন সময় ছিল সকাল ৯. ৫৬ মিনিট।It was 9:56 AM.
65এবার সকল কিছু পরিষ্কার হয়ে গেল।Everything became apparent.
66এটা কোন রসিকতা নয়!It was not a joke!
67বেদনাদায়ক ঘটনা!Sadly!
68অন্য ব্যক্তিরা যেমন ইয়েসসস-এর মত লোকেরা, তাদের পোস্টের আকার খুবই ছোট রেখেছে [পোলিশ ভাষায়]: লোকজনদের জন্য বেদনাহত।Altres, com ara yesss, fan entrades molt curtes [PL]:
69জনতার জন্য আমি দুঃখিত। রঙ বা মন্তব্যের দিকে আমি তাকাচ্ছি না।És una llàstima per les persones, estic molt trista; sense fer cas de colors ni d'opinions.
70গভীরভাবে শোকার্ত।Estic terriblement trista.
71ব্রানিস্ল কমোরস্কি যিনি পরবর্তী নির্বাচনের পূর্ব পর্যন্ত দেশটিকে পরিচালনা করবেন, তিনি তার রাষ্ট্রীয় ভাষণে[পোলিশ ভাষায়] পোলিশ জনতাকে এই দিনে তাদের অনুভূতির বিষয়টিকে নিশ্চিত করেছেন :Bronisław Komorowski, que ha intervingut per liderar el país fins a les properes eleccions, ha tranquil·litzat els polonesos en el seu discurs oficial [PL]:
72আজ আমরা জাতীয় এক নাটকীয় ঘটনার আলোকে এক হয়েছি।Avui, estem units sota la llum d'aquest drama nacional.
73আজ আমাদের মধ্যে এখানে আলাদা ভাবে কোন বামপন্থী বা ডানপন্থী নেই।Avui no queda ni dreta ni esquerra.
74চিন্তা এবং বিশ্বাসের ভিন্নতার আজ তেমন গুরুত্ব নেই।La divisió de creences o opinions no té cap importància.
75আজ আমরা এক হয়েছি, এক ভিষণ নাটকীয়তার কারণে এক হয়ে দাঁড়িয়েছে, অনেক লোকের মৃত্যুতে, এই দুর্ঘটনার যারা শিকার সেই সমস্ত পরিবারের বেদনায় আমরাও অংশীদার এবং মাতৃভূমির প্রিয় মানুষদের মৃত্যুতে উদ্বিগ্ন।Avui estem units davant d'aquest drama enorme; ha mort molta gent. Ens unim al dolor de les famílies de les víctimes i en el patiment de la nostra Pàtria, desconsolada per aquestes morts.
76ওয়ারশ থেকে ছবিগুলো সরবরাহ করার জন্য মারিয়া সেইডেলকে বিশেষ ধন্যবাদUn agraïment especial a Maria Seidel per enviar-nos les fotografies des de Varsòvia.