Sentence alignment for gv-ben-20141127-45686.xml (html) - gv-cat-20141121-8897.xml (html)

#bencat
1আইএসআইএস-এর বিরুদ্ধে লড়াই করা কুর্দি নারীতে মুগ্ধ পশ্চিমা প্রচার মাধ্যমL'obsessió dels mitjans occidentals amb la lluita de les combatents kurdes contra Estat Islàmic
2ওয়াইপিজি-এর সশস্ত্র দুই মহিলা সদস্য, ওয়াইপিজি নামক দলটি পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াই পিজি)-এর অঙ্গ সংগঠন, উক্ত দুই নারী রাস আল আইন নামক ঘাঁটির কাছে হেঁটে বেড়াচ্ছে। আর আল আইন কুর্দিস্তানের এক শহর যা উত্তর সিরীয় সীমান্তে অবস্থিত।Dos dones membres de les YPJ, un grup afiliat a les Unitats de Protecció Popular (YPG), patrullen per la base propera a Ras al-Ayn, un poble kurd al nord de Síria (11 d'october de 2013).
3১১ অক্টোরব ২০১৩।Foto de Younes Mohammad.
4ছবি ইউনেস মোহাম্মদের।Copyright Demotix
5কপিরাইট ডেমোটিক্সের। ইরাকের অন্যতম এক বড় শহর মোসুলের এক উল্লেখযোগ্য অংশ আইএসআইএস এর যোদ্ধারা দখল করে নেওয়ার পর এবং তুরস্কের সীমান্তের কোবানী প্রদেশের স্বায়ত্ত্বশাসিত এক কুর্দি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে লড়াই-এর ঘটনায় সশস্ত্র কুর্দি সেনাদের সাথে লড়াইরত নারীরা আলোচনায় উঠে আসে।Les dones que lluiten a les files de les forces kurdes són al centre d'atenció dels mitjans a mesura que el grup Estat Islàmic (ISIS) ha avançat cap a Mosul, una de les ciutats més grans de l'Irac, i cap al cantó autònom kurd de Kobane.
6আন্তর্জাতিক প্রচার মাধ্যম এবং একটিভিস্টরা একই ভাবে তাদের সংবাদে এবং সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইটে পেশমার্গ নারী যোদ্ধাদের ছবি প্রকাশ করছে।Les agències de notícies internacionals i molts activistes han destacat imatges de dones peixmerga (guerrilleres) en les seves cobertures informatives i a les xarxes socials.
7আর এই চিন্তাটি হচ্ছে সামরিক পোষাক পরিহিত নারী, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত, নির্ভয় এবং পুরুষদের পাশাপাশি লড়াই করছে দৃশ্যত যা আকর্ষণ করছে, সম্ভবত এমনকি তা চিত্তাকর্ষক কারণ এটা আইএসআইএস-এর উত্থানের প্রেক্ষিতে সামাজিক দ্বন্দ্বের এক অন্যতম বার্তা হিসেবে অনুভূত হয়েছে, যে কুখ্যাত নির্মম এই দলটি আলকায়েদার এক অঙ্গসংগঠন, যা গণ হারে ইরাকি, সিরীয় সেনা, ত্রাণকর্মী, সাংবাদিক হত্যার জন্য দায়ী এবং তারা নারী অপহরণ, ধর্ষণ, তাদের জোর বিয়ে করার মত ঘটনায় জন্য দায়ী।La idea i la imatge de dones amb uniforme, fortament armades, sense por i combatent al costat d'homes sembla que atrauen perquè es perceben com un dels missatges més forts de desafiament contra ISIS, la brutal organització gihadista responsable de l'assassinat en massa de civils i soldats iraquians i sirians, cooperants i periodistes, a més del segrest, la violació i el matrimoni forçat de dones.
8এই সংগঠনের মোসুলভিত্তিক প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে যে আইএসআইএস চায় নারীরা ঘরে বন্দী হয়ে থাকুক, যদি না খুব জরুরী কোন প্রয়োজন দেখা দেয়।A Mosul, de fet, el grup obliga a confinar les dones a casa. No passa dia, doncs, sense que es comparteixin imatges de dones combatents.
9ঘটনাক্রমে মনে হয় এমন কোন দিন নেই যেদিন এই সমস্ত নারী যোদ্ধাদের ছবি প্রকাশ হয় না। কিন্তু হঠাৎ করে এত মনোযোগ লাভের বিপরীতে সত্য হচ্ছে, যুদ্ধক্ষেত্রে কুর্দি নারীরা নতুন নয়।Però la veritat és que, més enllà de l'augment sobtat actual de l'atenció mediàtica, les dones kurdes no són noves al camp de batalla.
10যৌক্তিক ভাবে বলা যায়, ঐতিহাসিক ভাবে কুর্দিরা যতগুলো লড়াই লড়েছে তার সবগুলোতে পুরুষের পাশে নারীরা উপস্থিত ছিল, এবং/অথবা হয় তাদের কাজের সহযোগী হয়ে যেমন বাড়ি সামলানো, নতুন প্রজন্মকে বড় করে তোলা, ঘরের কাজের দেখাশোনা, জীবিকার ব্যবস্থা করা এবং এ রকম আরো অনেক কিছু।Es podria dir que en totes les grans batalles que han dut a terme, els kurds han rebut el suport directe de les dones o la seva complicitat. Nahida Ahmed: We wanted to join #Peshmerga to send the message that there is no difference between men and women. pic.twitter.com/iAR1SssQM7
11নাহিদা আহমেদঃ আমরা এই বার্তা প্রদান করার জন্য পেশমার্গে যোগ দিতে চাই যে নারী এবং পুরুষের মাঝে কোন পার্থক্য নেই।- Para Keta (@ParaKeta) November 13, 2014 PKK Women Fighters show Peshmerga soldiers how to handle the AK-47 in Kirkuk pic.twitter.com/jhxVHr1ExH
12কিরকুকে, নারী যোদ্ধার পিকেকে-এর সেনাদের দেখাচ্ছে কি ভাবে একে ৪৭ রাইফেল চালাতে হয়- Qêrîna Bêdeng (@Qerina_Bedeng) November 11, 2014
13আইএসআইএস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে পেশমার্গ সেনাদের পক্ষে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে গিয়ে কুর্দি নারীরা যে দায়িত্ব প্রদর্শন করেছেন তা দেখতে ভাল লাগছে।Gotta love the commitment shown by these Kurdish women as they volunteer to aid #Peshmerga against #ISIS. #NO2ISIS pic.twitter.com/XitnFcXIe6
14নারীদের হাতে আইএস-এর যোদ্ধারা পিষ্ট হচ্ছে, যাদের তারা ঘরে বন্দী দেখতে চায়, আর এটি দারুণ আনন্দ দিচ্ছে।- Mustafa Al-Khaqani (@Iraqism) August 20, 2014 IS getting smashed by the women it wants confined to their homes is immensely satisfying. http://t.co/OtOxvGZvC7 pic.twitter.com/Br6KnBntmG
15আইএসআইএস-এর বিরুদ্ধে নারী যোদ্ধাদের প্রতি যে মুগ্ধতা মনে হচ্ছে দ্বৈত চিন্তার ক্ষেত্রে এটি এক সূচনা।- Mahmoud (@MahmoudRamsey) August 13, 2014 L'obsessió per les combatents femenines que lluiten contra l'ISIS sembla que es basa en la idea del desafiament.
16পেশমার্গের নারী সেনারা আইএসআইএস-এর যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে এবং মর্যাদা অনুসারে পুরুষের সাথে সমানতালে অবস্থান গ্রহণ করেছে যা ঘটনাক্রমে মধ্যপ্রাচ্যে একেবারে অস্বাভাবিক এক ভাবনা হিসেবে দেখা হচ্ছে।Les dones lluiten amb els peixmergues homes contra els militants gihadistes, en peu d'igualtat, i això és percebut com una raresa a l'Orient Mitjà.
17মার্গারেট জর্জ শেলো।Margaret George Shello.
18পাবলিক ডোমেইন। তবে এমন ডজন ডজন উদাহরণ রয়েছে যা তুলে ধরছে নারী যোদ্ধারা নতুন নয়, বরঞ্চ তারা ঐতিহাসিক ভাবে কুর্দি সম্প্রদায়ের মাঝে বিদ্যমান ছিল।Amb tot, hi ha dotzenes d'exemples que il·lustren que les dones lluitadores no són cosa d'ara, sinó que han existit històricament en les comunitats kurdes.
19যেমন এর এক উদাহরণ হিসেবে মার্গারেট জর্জ শেলোর এই ছবিটি খেয়াল করুন, পেশমার্গের যোদ্ধাদের সাথে যে সমস্ত নারীরা প্রথমে পাহাড়ে গিয়েছিল, ছবির এই মেয়েটি তাদের একজন এবং সে কুর্দি সংগ্রামে নারী অংশগ্রহণকারীদের এক প্রতীকে পরিণত হয়েছে।És el cas de Margaret George Shello, una de les primeres dones fotografiades que van anar a les muntanyes amb els peixmergues i que es va convertir en tot un símbol de la participació femenina en la lluita kurda.
20তুরস্কে বসবাসরত কুর্দিদের এক সংগ্রামের মধ্যে যেতে হচ্ছে, যার ফলে ৭০-এর দশকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি নামের সশস্ত্র (পিকেকে) দলের উদ্ভব ঘটে, যেখানে সর্বোচ্চ পর্যায়ে নারী এবং পুরুষ উভয়ে রয়েছে।La lluita del poble kurd a Turquia, amb l'aparició de grups armats com el Partit dels Treballadors del Kurdistan (PKK) la dècada del 1970, també ha estat encapçalada per homes i dones a la màxima cadena de comandament.
21অন্য কথায় কুর্দিস্তানে নারী যোদ্ধারা নতুন নয়, কিন্তু স্বায়ত্তশাসন (এবং স্বাধীনতার দাবীতে) জন্য সংগ্রামরত কুর্দিস্তানের ছবি তুলে ধরতে গিয়ে মূলধারার প্রচার মাধ্যম অনেক বেশী লিঙ্গীয় অবস্থান ভেদে ছবি ছাপে।En uns altres mots, les dones combatents al Kurdistan no són noves, però els grans mitjans de comunicació no ho havien destacat fins ara en la seva cobertura de la lluita per l'autonomia i la independència kurdes.