# | ben | cat |
---|
1 | আর্জেন্টিনা: তীব্র তাপদাহে আবদ্ধ মেরু ভাল্লুক আক্রান্ত | Argentina: la calor intensa afecta un ós polar en captivitat |
2 | আর্জেন্টিনার মেন্ডোজা চিড়িয়াখানায় আবদ্ধ আরটুরো নামক মেরু ভাল্লুক প্রচণ্ড গরমের কারণে সৃষ্ট তাপদাহে যন্ত্রণা ভোগ করছে। | L'Arturo, un ós en captivitat al zoològic de Mendoza a l'Argentina, sofreix a causa de les onades de calor [en]. |
3 | সাধারণ নাগরিকেরাও এই পরিস্থিতিতে আক্রান্ত এবং তারা চায় যে ভাল্লুকটিকে এমন এক পরিবেশে রাখা হোক যা তাকে এই প্রচণ্ড গরমে স্বস্তি প্রদান করবে। | La població en general no s'ha quedat indiferent i demana que l'ós visqui en condicions que li permetin aguantar les altes temperatures. |
4 | এর আগে গরমের সময় তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যখন মেরু ভাল্লুক উইনার মৃত্যুবরণ করে, তখন আর্জেন্টিনায় বিষয়টি যথারীতি এক নজিরে পরিণত হয়। | Ja hi ha un precedent al país, quan l'ós polar Winner va morir [es] per les altes temperatures que tenen lloc durant els mesos d'estiu. |
5 | আরটুরো হচ্ছে এখন আর্জেন্টিনার অবশিষ্ট একমাত্র মেরু ভাল্লুক। | L'Arturo és l'únic ós polar a l'Argentina. |
6 | মার্কাস আব্রাজা বোউমান [স্প্যানিশ ভাষায়], বর্তমানে ভাল্লুকটি যে পরিবেশে বাস করে তা নিয়ে তার ব্লগে লিখেছে [স্প্যানিশ ভাষায়]: | Marcos Abarza Baumann escriu al seu blog sobre les condicions en què l'ós viu actualment: |
7 | মেন্ডোজা চিড়িয়াখানায় যে পরিবেশে ভাল্লুকটি বাস করে, তার অবস্থা ভয়াবহ, তারপরে এমনকি তারা প্রতিদিন আমাদের ক্ষুব্ধ করে চলেছে। এখন ইউটিউবে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেটিতে প্রদর্শিত হচ্ছে যে চিড়িয়াখানার কর্মীরা প্রাণীদের পরিষ্কার করার জন্য হোসপাইপ ব্যবহার করছে যারা এখনো সেই পুরোনো খাঁচায় বাস করছে, যদি তাদের জন্য নতুন এক ভবন নির্মাণ করা হয়েছে। | Les condicions en què viu l'ós Arturo al zoològic provincial de Mendoza són deplorables i, malgrat tot, no deixen d'indignar-nos cada dia més: ara circula per YouTube un vídeo en què es pot veure com els empleats del Zoo utilitzen mànegues per refrescar l'animal que continua vivint al mateix recinte mentre acaben de construir-ne un de nou. |
8 | তারা বরফের মাঝে থাকা একটি প্রাণীর উপর পানি ছিটাচ্ছে যা অনেকটা শূন্য ডিগ্রির নীচে জমে থাকার মত অবস্থা। | TIREN AIGUA A UN ANIMAL QUE VIU AL GEL PER IMITAR LES TEMPERATURES SOTA ZERO. |
9 | এটাকে একটা রসিকতার মত মনে হতে পারে, কিন্তু তা নয়, নিচের ভিডিওতে বিষয়টি দেখুন: | Això sembla un acudit, però no ho és, fixeu-vos-hi: |
10 | ইউটিউবে এই ভিডিওটি প্রকাশ করেছে জুলিয়েটা গোডয়। | Aquest vídeo, el va publicar a YouTube Julieta Godoy. |
11 | মেরু ভাল্লুক আরটুরো নামক ফেসবুকের পাতা [স্প্যানিশ ভাষায়] এই নিয়ে অক্টোবর ২০১২ থেকে চলতে থাকা লড়াই-এর গল্প তুলে ধরেছে [স্প্যানিশ ভাষায়], এমনকি যদিও এখন পর্যন্ত কোন কিছুর পরিবর্তন ঘটেনি: | La pàgina de Facebook ÓS POLAR Arturo explica la història de la lluita que s'està duent a terme des de l'octubre del 2012, tot i que fins ara res no ha canviat: |
12 | নতুন এক বছর শুরু হয়েছে…কিন্তু সকল কিছু আগের মতই আছে। | I JA HA COMENÇAT UN NOU ANY… MALGRAT AIXÒ, TOT CONTINUA IGUAL. |
13 | আরটুরো এখনো তার সেই সিমেন্টের ঘরে আবদ্ধ এবং আকাশী নীল রঙে আটকে আছে। | L'Arturo encara està tancat a la seva caixa de ciment i pintura blau cel. |
14 | অক্টোবর ২০১২-এ আমরা এই লড়াই শুরু করেছিলাম, তার জন্য যথারীতি দুইবার আমরা আমাদের পানপাত্র (কণ্ঠস্বর) তুলে ধরেছি…কিন্তু কোন লাভ হয়নি। | Vam començar la lluita l'octubre del 2012, ja hem alçat les copes dues vegades per ell… i res. |
15 | এদিকে দুয়েন্দে ভিসুয়াল [স্প্যানিশ ভাষায়] কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে, প্রাণী অধিকার সংরক্ষণে আর্জেন্টিনা যেন পথিকৃৎ রাষ্ট্রে পরিণত হয়: | Mentrestant, Duende Visual demana a les autoritats que Argentina sigui un país pioner en els drets dels animals: |
16 | আমরা আর্জেন্টিনাকে এমন এক রাষ্ট্রে পরিণত করতে পারি যে দেশটি প্রাণী অধিকার সংরক্ষণে এক পথিকৃৎ রাষ্ট্রে পরিণত হব, যেখানে বিপন্নপ্রায় প্রাণীগুলোকে সেভাবে সংরক্ষণ করা হবে যে ভাবে তা করা উচিত, আর তাদের চলাফেরার জন্য এমন এক স্থান দেওয়া হবে যেখানে তারা মুক্ত ভাবে এবং খুশী মনে চলাফেরা করতে পারে। জনতার মাধ্যমে আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি, প্রাণীদের আমাদের ভ্রাতা ও ভগ্নিতে পরিণত করতে পারি, কেবল নতুন প্রজন্মকে এই বিশ্বাসের প্রতি সচেতন করা নয় যে প্রাণীরা কেবল পণ্য কিংবা বস্তু। | Podem convertir l'Argentina en un país pioner en els drets dels animals, on es puguin protegir com cal les espècies en vies d'extinció i alhora proporcionar-los un espai on puguin viure lliures i feliços, cosa que també generaria consciència en la població, convertiria els animals en els nostres germans i no inculcaria a les noves generacions que els animals són béns o coses. |
17 | এই পরিস্থিতির বিষয়টি টুইটারেও প্রতিধ্বনিত হয়েছে, যেমনটা আমার সম্প্রতি করা এই দুই টুইটে তা দেখতে পাই: | A Twitter la situació també ha tingut ressò, com podem veure amb aquestes dues piulades recents: |
18 | মেনডোজা কর্তৃপক্ষ কেন এই বিষয়ে কিছু করছে না? তারা কি এই ভাল্লুকের মৃত্যুর জন্য অপেক্ষা করছে? | Por qué no hacen nada las autoridades de Mendoza? están esperando que se muera de una vez? señores, esto es maltrato. http://t.co/KbaN4stQB9 |
19 | ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ এটা নিছক পরিস্থিতিকে উপেক্ষা করা। | - El Campito Refugio (@elcampito) diciembre 26, 2013 |
20 | http://t.co/aBNLRGeUN7 vía @todonoticias হে ঈশ্বর:তাদের উচিত প্রাণীটিকে মুক্ত করে দেওয়া, সে মারা যাচ্ছে!!!!!!!!!!!!!! | http://t.co/aBNLRGeUN7 vía @todonoticias POR DIOS DIFUNDAN QUE LIBEREN A ESE ANIMAL SE ESTA MURIENDO!!!!!!!!!!!!!! |
21 | ছোট আকারের ছবিটি মেরু ভাল্লুক আরটুরো নামক ফেসবুক পাতা থেকে নেওয়া হয়েছে [স্প্যানিশ ভাষায়]। | - Janet Vitry (@janetvkorman) diciembre 23, 2013 Imatge petita de la pàgina de Facebook ÓS POLAR Arturo. |