# | ben | cat |
---|
1 | কোরআন পোড়ানোর অভিযোগে আফগান নারীকে পিটিয়ে হত্যা | Dona afganesa colpejada fins a la mort i cremada per prendre foc a un Alcorà |
2 | কাবুলের শাহ ই দো শামশিরা মসজিদ। ঘৃণ্য অপরাধ দেখার সাক্ষী হয়ে রইলো সুন্দর এই মসজিদ। | Mesquita de Shah-e Do Shamshira en Kabul: preciós edifici que fou testimoni d'un macabre crim. |
3 | ছবি তুলেছেন জন জাদা। | Imatge de John Zada, ús autoritzat per a Creative Commons. |
4 | ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহার করা হয়েছে। | Atenció: la següent publicació conté imatges i vídeos que poden resultar impactants. |
5 | সতর্কীকরণ: পোস্টে সহিংস ছবি ও ভিডিও রয়েছে আফগানিস্তানে কোরআন পোড়ানোর অভিযোগে এক নারীকে পিটিয়ে হত্যার পর তার শরীরে আগুন দিয়েছে একদল উন্মত্ত জনতা। | Una multitud irritada va colpejar fins a la mort i va cremar el cos d'una dona que havia sigut vista cremant una còpia de l'Alcorà prop de la mesquita de Shah-e Do Shamshira el passat dijous a Kabul. |
6 | গত বৃহস্পতিবার কাবুলের শাহ ই দো শামশিরা মসজিদের কাছে এ ঘটনা ঘটে। | La policia està investigant l'incident i ja ha arrestat quatre dels suposats autors. |
7 | পুলিশ ঘটনার তদন্ত করছে। ইতোমধ্যে হামলায় জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। | Segons els testimonis, la quantitat de gent present a l'incident superava el miler. |
8 | প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এ সময়ে প্রায় হাজারখানেক জনতা উপস্থিত ছিলেন। | L'autoritat religiosa oficial de l'estat s'ha negat a condemnar l'atac. |
9 | এদিকে দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ ঘটনার নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। | Farkhunda, de 27 anys, va ser objecte de l'atac amb pals per part dels presents. |
10 | উন্মত্ত জনতা ফারখুন্দা নামের ২৭ বছর বয়সী ওই নারীকে লাঠি দিয়ে আক্রমণ করে। | Els pares han dit que Farkhunda va obrar sense intencionalitat i que havia estat malalta mentalment durant els últims 16 anys. |
11 | তার বাবা-মা জানিয়েছেন, ফারখুন্দা ইচ্ছাকৃতভাবে এই কাজ করেনি। | Segons un dels testimonis de l'incident: |
12 | তাছাড়া গত ১৬ বছর ধরে সে মানসিকভাবে অসুস্থ। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন: | La colpejaren fins a la mort i després tiraren el cos a la vora del riu i li prengueren foc. |
13 | তারা তাকে পিটিয়ে হত্যা করার পর নদীর পাড়ে ফেলে রাখে। | Els bombers arribaren després, apagaren el foc i s'endugueren el cos. |
14 | তারপর তার মরদেহে আগুন ধরিয়ে দেয়। | Un dels comerciants dels voltants de la mesquita expressava amb ira: |
15 | পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করে। | Abans d'actuar heu de saber el que va ocórrer. Tenia problemes psicològics? |
16 | ঘটনাস্থলের কাছে অবস্থিত দোকানের এক কর্মী ক্ষুব্ধভাবে বলেছেন: | Sols quan sàpiau això podreu actuar. Heu de complir els dos conjunts de lleis. |
17 | কোনো কাজ করার আগে আপনার জানা দরকার আসলে কী ঘটেছিল। | Hauria d'haver-se atès a les lleis de l'estat i de Déu. |
18 | তার কী মানসিক সমস্যা ছিল? | No ens falten enemics. |
19 | আপনি ঘটনা জানলে তবেই পদক্ষেপ নিতে পারেন। | Com sabem que no hi havia forces exteriors que influïen en ella? |
20 | উভয় আইনের প্রতি আপনাকে বিশ্বস্ত থাকতে হবে। তাকে রাষ্ট্র এবং ঈশ্বরের আইনের অধীনে থাকতে হবে। | Imatges i vídeos de la multitud que colpejava a Farkhunda es convertiren en virals en els mitjans socials. |
21 | আমাদের শত্রুর অভাব নেই। | https://youtu.be/bwIE99mAOeM |
22 | আমরা কীভাবে জানতে পারবো, বাইরের কেউ তাকে উৎসাহী করেনি? | Van suscitar reaccions enfrontades entre els afganesos i de ràbia a la resta del món. |
23 | ফারখুন্দাকে উন্মত্ত জনতার পেটানোর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। | Més avall es pot vore una de les imatges tuitejada per Salim Zubair en la qual es mostra a Farkhunda amb la cara coberta de sang. |
24 | আফগানিস্তান এবং বিশ্বজুড়েই এ ঘটনার মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। | Feeling bad, People in Kabul burn this woman, who was accused of burning Quran pic.twitter.com/XtEL2HZ47H |
25 | সেলিম জুবায়ের নিচের ছবিটি টুইটারে শেয়ার করেছেন, সেখানে ফারখুন্দার রক্তাক্ত মুখ দেখা যাচ্ছে। | - Salim Zubair (@salim8403) March 19, 2015 Em sento malament, la gent de Kabul va cremar aquesta dona, acusada de prendre foc a un Alcorà pic.twitter.com/XtEL2HZ47H |
26 | খুব খারাপ লাগছে। | - Salim Zubair (@salim8403) 19 de març de 2015 |
27 | কোরআন পোড়ানোর অভিযোগে কাবুলের মানুষ এই নারীকে আগুনে পুড়িয়ে মেরেছে। | Ahmad Mukhtar, periodista afganès, va publicar un gràfic vídeo de Farkhunda sent colpejada per la multitud irada al lloc del succés: |
28 | আহমাদ মুখতার নামের একজন আফগান সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত উন্মত্ত জনতা কর্তৃক ফারখুন্দাকে পিটানোর একটি ভিডিও পোস্ট করেছেন। | Impactant vídeo de la multitud que hui ha matat a una dona acusada de cremar fulles de l'Alcorà a l'interior d'un santuari #Kabul https://t.co/kGpzlyglqc #AFG - Ahmad Mukhtar (@AhMukhtar) 19 de març de 2015 |
29 | দু:খজনক ভিডিও। | En un altre tuit, Mukhtar va escriure: |
30 | কোরআন পোড়ানোর অভিযোগে উন্মত্ত জনতা আজ পবিত্রস্থানের ভিতরে এক নারীকে হত্যা করেছে। | El que ha passat hui a #Kabul va completament en contra de la llei, de la llei Xaria, i NO representa els musulmans afganesos. |
31 | অন্য একটি টুইটে মুখতার লিখেছেন: | #AFG - Ahmad Mukhtar (@AhMukhtar) 19 de març de 2015 |
32 | আজ কাবুলে যা হলো তা অবশ্যই রাষ্ট্রীয় আইন, শরীয়া আইনের পরিপন্থী। | Zheela Nasari, periodista afganesa-nord-americana resident a Washington DC, va publicar: |
33 | এটা আফগানিস্তানের মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। ওয়াশিংটন ডিসির আফগান-আমেরিকান সাংবাদিক জিলা নাসেরি পোস্ট করেছেন: | No puc suportar vore com una malalta mental #afganesa va ser brutalment cremada viva a #Kabul, quina diferència hi ha entre el fet que ella creme un Alcorà i que els homes la cremen a ella viva? |
34 | আমার প্রচণ্ড রাগ হয়েছে। | - Zheela Nasari (@ZheelaJ) 19 de març 2015 |
35 | কীভাবে মানসিকভাবে অসুস্থ আফগান নারীকে জীবন্ত পুড়িয়ে মারতে পারে? | Saleem Javed va publicar un dibuix animat que destacava la barbàrie: |
36 | কোরআন পোড়ানোর সাথে তাকে জীবন্ত পুড়িয়ে মারার মধ্যে পার্থক্য রইলো কই তাতে? | Un dibuixant afganès reacciona front a la mort d'una malalta mental cremada a Kabul per una multitud furiosa. |
37 | সেলিম জাভেদ একটি কার্টুন পোস্ট করেছেন। | Havia pres foc a un Alcorà. pic.twitter.com/mrA8xQJH5D |
38 | এতে বর্বরতা চিত্র তুলে ধরা হয়েছে: | - Saleem Javed (@mSaleemJaved)19 de març de 2015 |
39 | কাবুলে কোরআন পোড়ানোর অভিযোগে মানসিকভাবে অসুস্থ নারীকে আগুনে পুড়িয়ে মারার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন আফগান কার্টুনিস্টরা। | Farzad Lami, indignat per l'incident, va tuitejar una fotografia on es mostra a la policia i a la multitud observant mentre el cos de Farkhunda es crema. |
40 | ফারজাদ লামি ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে একটি ছবি টুইট করেছেন, সেখানে পুলিশ এবং উন্মত্ত জনতাকে ফারখুন্দার মরদেহ পোড়ার দৃশ্য দেখতে দেখা যাচ্ছে: | VERGONYA: La policia de Kabul observa després que la gent cremara al centre de Kabul el cos d'una malalta mental acusada d'haver pres foc un Alcorà. pic.twitter.com/OaWoj10uFV - Farzad Lami (@FarzadLameh) 19 de març de 2015 |
41 | কলঙ্কজনক ঘটনা: জনতার সাথে কাবুল পুলিশও কোরআন পোড়ানোর অভিযোগে মানসিকভাবে অসুস্থ নারীকে আগুনে পুড়িয়ে মারার দৃশ্য দেখছে। | |
42 | আফগান সাংবাদিক এবং অপিয়াম নেশন: চাইল্ড ব্রাইড, ড্রাগ লর্ড অ্যান্ড ওয়ান উইমেন জার্নি থ্রু আফগানিস্তান বইয়ের লেখক ফারিবা নাওয়া-কে ঘটনাটি বেশ নাড়া দিয়েছে। তিনি তার টুইটারে লিখেছেন: | Fariba Nawa, periodista afganesa i autora d'Opium Nation: Child Brides, Drug Lords and One Woman's Journey through Afghanistan (en català: La nació de l'opi: núvies infantils, “capos” de la droga i el viatge d'una dona per l'Afganistan), afectada també per l'incident, va escriure al seu Twitter: |
43 | কাবুলে এক নারীকে পিটিয়ে হত্যার করার পর তার মরদেহে আগুন দেয়ার ঘটনাটি স্থানীয় আফগানদের বেশ নাড়া দিয়েছে। | Afganesos commocionats per la barbàrie que ha matat i cremat una dona a Kabul. Vorem si la commoció es traduïx en acció. |
44 | এখন দেখার বিষয়, এই নাড়া কোনো গন্তব্যে পৌঁছায় কিনা! | #Afghanistan - Fariba Nawa (@faribanawa) 20 de març de 2015 |
45 | আক্রমণকারীর দলে শরাফ বাঘলানি নামের একজন লোক ছিলেন। | Sharaf Baghlany estava entre els atacants. |
46 | ঘটনার পরে তিনি তার ফেসবুকে গর্বের সাথে লিখেন: | Després de l'incident, es va pronunciar amb orgull al seu Facebook: |
47 | মুসলিম ভাইবোনেরা শুনুন, আজ বিকেল ৪টায়, এক নাস্তিক নারী শাহ ই দো শামশিরায় কোরআনে আগুন দেয়। | Hola, musulmans. Hui a les 4:00 pm, una infidel ha cremat l'Alcorà a Shah-e Do Shamshira. |
48 | আমি-সহ অন্যান্য জনতা প্রথমে তাকে হত্যা করি, পরে তার মরদেহে আগুন দিই। | La gent, entre la qual m'incloc, l'hem matat en primer lloc i després hem llançat el seu cos en flames al riu. |
49 | নরকে তার স্থান হোক। | Que se'n vaja a l'infern. |
50 | নিচের ছবিতে তার মূল পোস্ট দেখা যাচ্ছে। অপরাধ সংঘটনের সময় ছবি নেয়া হয়েছে। | Les imatges següents mostren la publicació original i les fotografies fetes al lloc del crim. |
51 | বাঘলানিকে এখনো আটক করা হয়নি। | Baghlany no ha sigut arrestat. |
52 | ঘটনার পরে শরাফ বাঘলানির পোস্ট। | Publicació de Sharaf Baghlany després de l'incident. |
53 | ছবি নেয়া হয়েছে রিপাবলিক অব সাইলেন্স ফেসবুক পেজ থেকে। | Imatge presa de la pàgina de Facebook de Republic of Silence. |
54 | আফগানিস্তানের হজ্জ্ব ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ওই নারী যদি মুসলিম না হন, আর ইসলামিক নিয়মনীতি অমান্য করেন, তাহলে তিনি উন্মত্ত জনতার কর্মকাণ্ডের নিন্দা জানাবেন না। | En una entrevista, un dels representants del Ministeri del Hajj i d'Afers Religiosos de l'Afganistan va dir que si la dona haguera actuat contra la llei Islàmica i no fóra musulmana, no condemnaria per a res la resposta de la multitud. |
55 | ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন সাধারণ আফগানরা ফার্সি নববর্ষ নওরোজ পালনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাটি তাদের বেশ ধাক্কা দিয়েছে। | L'incident ha deixat en estat de xoc als afganesos mentre es preparen per al Nowruz, el cap d'any persa, el proper dissabte. |