Sentence alignment for gv-ben-20120921-30657.xml (html) - gv-cat-20120918-2742.xml (html)

#bencat
1চীনের বিতর্কিত তিব্বত থিম পার্ক প্রকল্পPresentat el controvertit projecte per a un parc temàtic al Tibet
2পর্যটকদের আকৃষ্ট করতে গত মাসে চীনা সরকার তিব্বতে ৩ হাজার কোটি রেনমিনবির (৩লক্ষ ৮৫হাজার ১৬৫ কোটি টাকা) একটি থিম পার্ক প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছে।El mes passat, el govern xinès va anunciar [en] que emprendrà al Tibet un projecte de parc temàtic, que costarà 30 mil milions de iuans (uns 3600 milions d'euros), amb l'objectiu d'atraure turistes.
3প্রথমে পার্কটিতে একজন তিব্বতী রাজা কর্তৃক তাঙ-রাজবংশের সম্রাটের ভাইঝিকে বিয়ে করার কাহিনী নিয়ে রাজকুমারী ওয়েনচেঙ নামের একটি সিনেমার চিত্রধারণ করা হবে।El parc es farà servir, en primer lloc, com a escenari per a la filmació de la pel·lícula La Princesa Wencheng, la història de la neboda d'un emperador de la dinastia Tang que es va casar amb un rei tibetà.
4এটি লাসা শহরের প্রান্তে ৮০০ হেক্টর (১৯৭৬. ৮৪ একর) জমির উপর প্রতিষ্ঠিত।S'ubicarà als afores de la ciutat de Lhasa i s'estendrà sobre 800 hectàrees de terra.
5তিব্বতী ভিন্নমতাবলম্বীরা প্রকল্পটিকে সত্যিকারের তিব্বতী সংস্কৃতির ভাগাভাগি এবং সংরক্ষণের পরিবর্তে বরং “তিব্বতের ডিজনীকরণ” হিসেবে বর্ণনা করেছে।Els dissidents tibetans han descrit el projecte com la «Disneyficació del Tibet» [en] més que una manera genuïna de compartir i preservar la cultura del país.
6রাজনৈতিক ও মতাদর্শগত বিতর্ক বাদ দিলেও এমনকি হান চীনা বৃত্তের মধ্যেও উন্নয়ন প্রকল্পটি অত্যন্ত বিতর্কিত।Deixant de banda els debats polítics i ideològics, fins i tot dins del cercle de l'ètnia xinesa Han, el desenvolupament del projecte és altament controvertit.
7সিনা ওয়েইবো ব্যবহারকারী @১৬৯০৭৩৭৫৮০ মনোনীত থিম পার্ক নির্মাণ এলাকার কিছু ছবি পোস্ট করেছেন [চীনা ভাষায়] এবং স্বীকার করেছেন এই উন্নয়নটির জন্যে এমন একটি পরিবেশের ক্ষতিতে তিনি বিরাট দু:খ পেয়েছেন:La usuària @1690737580 de Sina Weibo va postejar algunes fotos [zh] que va prendre de l'emplaçament de l'esmentat parc temàtic i va confessar que sentia gran recança per la pèrdua d'un entorn semblant en profit del desenvolupament:
8সিজিয়াওলিন গ্রাম।Vila de Cijiaolin.
9ছবি তুলেছেন সিনা ব্যবহারকারী @১৬৯০৭৩৭৫৮০Fotos de la usuària de Sina @1690737580
10সিজিয়াওলিন গ্রাম লাসা শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে।La vila de Cijiaolin es troba a sols 2 quilòmetres de la ciutat de Lhasa.
11কিংবদন্তী মতে এখানেই রাজকুমারী ওয়েনচেঙ এবং তার ভৃত্য বসতি স্থাপন করেছিলেন।Segons la llegenda, ací fou on la princesa Wencheng i el seu criat es van establir.
12এটি তিব্বতীদের সময় কাটানোর জন্যে একটি বিস্ময়কর স্থান।És un lloc d'esbarjo meravellós per als tibetans.
13এটি একটি বিশাল এক টুকরা তৃণভূমি আর পর্বত ও নদী পরিবেষ্টিত।Està envoltat de muntanyes i de rius, amb àmplies praderies.
14আপনি সেখান থেকে পোটালা প্রাসাদ [দালাই লামার সাবেক প্রধান বাসভবন] দেখতে পাবেন।Des d'allà, es pot veure el Palau de Potala (l'antiga residència principal del Dalai Lama).
15তিন বছরের মধ্যে একটি চার তারকা হোটেলসহ একটি তথাকথিত সাংস্কৃতিক পার্ক - প্রিন্সেস ওয়েনচেঙ থিম পার্ক - এই দৃশ্যগুলোকে প্রতিস্থাপিত করবে।En tres anys, aquest bell escenari serà substituït per un presumpte parc cultural, el parc temàtic de la princesa Wencheng, amb un hotel de 4 estrelles.
16অবশ্যই পর্যটনের উন্নয়নের কিছু সুবিধা আছে। তবে আমি সত্যিই সত্যি আশা করি সবকিছু আগের মতোই থাকুক।Per descomptat que hi haurà algun advantatge per a l'expansió turística, però realment espere que tot es quede com està.
17নেটইজ মাইক্রো ব্লগে বিষয়টি নিয়ে নেটাগরিকদের মতামত সংগ্রহের জন্যে একটি ফোরাম [চীনা ভাষায়] স্থাপন করা হয়েছে।Al microbloc Netease, s'ha establert un fòrum [zh] per a recollir les opinions dels ciberciutadans sobre l'assumpte.
18এর সমর্থনে (বলেছেন):A favor:
19@০১৪৭৭৩৯২৪১: আমি লাসার জন্যে আমার সমর্থন প্রকাশ করতে চাই।@0147739241: Vull expressar el meu suport a Lhasa.
20এটি অবশ্যই একটি ভালো প্রকল্প।Aquest ha de ser un bon projecte.
21সুবিধা প্রদানকারী হিসেবে সরকার সমস্ত টাকা বিনিয়োগ করতে পারে না। এটা বিনিয়োগের একটি আহবান।El govern, com a coordinador, no pot aportar tot el pressupost, aquesta és una crida als inversors.
22এটি শুধু স্থানীয় পর্যটন উন্নয়নে সাহায্য করবে না বরং এতে অনেক সড়ক ও সেতুর মতো নির্মাণ প্রকল্পও রয়েছে।No només afavoreix el desenvolupament del turisme local, sinó que a més fomenta nombrosos projectes constructius, com ara carreteres i ponts.
23এটা জনগণের জন্যে ভাল।Això és bo per a la gent.
24লাসা একটি আন্তর্জাতিক পর্যটন স্থানে উন্নীত হবে।Es promocionarà Lhasa com un punt turístic internacional.
25@বেনিডাব্লিউএফএফজি: ঐতিহ্যকে কিছু প্রদান করা ভাল।@bayniwffg: És positiu crear patrimoni.
26শুধু নিশ্চিত নই তহবিল সত্যিকারভাবেই ভাল জায়গায় যাবে নাকি আপচয় হবে।Sols que no estic segur si els fons aniran realment al lloc correcte o es malbarataran.
27এখনো আমাদের অনেক ক্ষুধার্ত শিশু আছে যাদের শিক্ষা নেওয়ার সামর্থ নেই।Encara tenim molts nens que moren de fam i que no poden permetre's una educació.
28নিচে প্রকল্পটির বিরোধী নেটাগরিকদের কিছু মতামত দেওয়া হলো:Dessota hi ha algunes opinions de ciberciutadans contraris al projecte:
29লাসার পোটালা প্রাসাদ সবসময়েই তিব্বতের পর্যটন আকর্ষণ।El Palau de Potala a Lhasa sempre ha estat una atracció turística del Tibet.
30ফ্লিকার ব্যবহারকারী জেমি বারাসের ছবি (সিসি: এনসি-এসএ)Foto de l'usuari de Flickr Jamie Barras (CC: NC-SA)
31@এক্সএসসিসিএলডি১৮৭: আমাদের থিম পার্ক নির্মাণ করা উচিৎ নয়।@xsccld187: No hauríem de construir el parc temàtic.
32লাসা প্রাকৃতিক সম্পদ, জাতিগত চরিত্র এবং সংস্কৃতি সমৃদ্ধ।Lhasa disposa d'abundants recursos naturals, i d'un caràcter i una cultura propis.
33পর্যটকদের আকর্ষণের জন্যে কোন থিম পার্ক ব্যবহার এবং কৃত্রিম নির্মাণের দরকার নেই।No necessita de parcs temàtics ni de construccions artificals per atraure turistes.
34প্রকল্পটি ব্যর্থ হলে এটি লাসা সম্পর্কে জনগণের ইতিবাচক চিত্র বিনষ্ট করবে এবং পর্যটকদের সংখ্যা কমে যাবে।Si el projecte fracassa, arruïnarà la imatge positiva de Lhasa i el nombre de turistes disminuirà.
35অবশেষে এটা অপচয়ে পর্যবসিত হবে।Al final, serà un desperdici.
36@৪১০৭৫৩২৩৭: আমাদের যখন সঠিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে টাকার দরকার তখন আপনি নিজেকে খুব গরিব বলে কান্নাকাটি করেন।@410753237: quan necessitem diners per a una bona causa, ploren i es lamenten que són pobres.
37(অথচ এরকম) একটি অগোছালো প্রকল্পের জন্যে আপনার রয়েছ যত সব টাকা।Per a un projecte tèrbol com aquest, els sobren els diners.
38@ক্ষুদ্রইঁদুর: আমাদের তিব্বত ভ্রমণের কারণ স্বর্গ এবং আধ্যাত্মিক দুনিয়া কাছাকাছি যাওয়া, পর্বত ও নদী পরিবেষ্টিত বিশ্বাসের শুদ্ধতার অভিজ্ঞতা নেয়া।@ratpetty: El nostre motiu per viajtar al Tibet és acostar-nos al Cel i al món espiritual, per tal d'experimentar la puresa de la fe envoltats de muntanyes i rius.
39আমরা বাস্তবের জীবন্ত তিব্বত দেখতে চাই, শিল্প-সংস্কৃতির শ্রুতিমধূরতার আাড়ালে কৃত্রিম এবং কুরুচিপূর্ণ নির্মাণ দেখতে চাই না।Volem veure la vida real al Tibet, no una construcció artificial i vulgar sota l'eufemisme de cultura i art. 30 mil milions de iuans?
40৩০হাজার কোটি রেনমিনবি? এটি জনগণ এবং তাদের জীবিকা উন্নত করার জন্যে ব্যয় করুন।Que s'invertisquen en el poble i en millorar les seues condicions de vida.