# | ben | cat |
---|
1 | ইরানে সামান নাসীমের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে | Incertesa sobre l'execució de Saman Naseem a l'Iran |
2 | আন্তর্জাতিক চাপের মুখে সামান নাসীমের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে। | Incertesa sobre la mort de Saman Naseem després de la pressió internacional per evitar la seva execució. |
3 | সামান নাসীমের মৃত্যুদণ্ড বাতিলের দাবীতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের-এর আয়োজিত প্রচারণা থেকে চিত্রটি গ্রহণ করা হয়েছে। | Imatge extreta de la campanya d'Amnistia Internacional per aturar l'execució de Saman Naseem. |
4 | ছবিঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। | Fotografia: Amnistia Internacional. |
5 | কুর্দি একটিভিস্ট সামান নাসীমের পরিস্থিতি নিয়ে মানবাধিকার কর্মীরা এখনো অন্ধকারে রয়েছে, গত সপ্তাহে যার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল, ১৯ ফেব্রুয়ারি তারিখের এই নির্ধারিত এই মৃত্যুদণ্ড যাতে কার্যকর না হয় তার জন্য ইরানের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগে বেশ কয়েকটি প্রচারণা, শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছে। | Els defensors dels drets humans encara no saben res sobre l'estat de l'activista kurd Saman Naseem, l'execució del qual estava prevista la setmana passada a l'Iran. Fins l'últim minut, diverses campanyes han exercit pressió internacional a l'Iran per aturar l'execució del dia 19 de febrer. |
6 | সংবাদ অনুসারে সামানকে শাস্তি হিসেবে প্রদান করা এই মৃত্যুদণ্ড স্বয়ং ইরানের নিজস্ব আইন এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির লঙ্ঘন, বিশেষ করে এই বিষয়টির প্রেক্ষাপটে যে, যখন তাকে গ্রেফতার করা হয়েছিল তখন সে ছিল এক অপ্রাপ্ত বয়স্ক নাগরিক ( তখন তার বয়স ছিল ১৭ বছর)। | Segons algunes fonts, la sentència de mort és injustificada segons les lleis de l'Iran i les obligacions internacionals, ja que Naseem era menor (tenia 17 anys) quan el van arrestar. |
7 | একটিভিস্টরা এখনো #সেভসামান হ্যাশট্যাগের অধীনে টুইট করে যাচ্ছে, এদিকে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে কিনা এবং তার কারাগারে আটকে থাকার বিষয় নিয়ে অনলাইনে পরস্পর বিরোধী সংবাদ পাওয়া যাচ্ছে। | Els activistes continuen piulant #SaveSaman (Salvem en Saman). Mentrestant, per Internet circulen informes contradictoris que afirmen la seva execució i que continua empresonat. |
8 | ইরানের কোন সরকারি কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেনি যে, সামান কি এখনো জীবিত, নাকি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। | Still no official confirmation from #Iran‘ian officials re whether Saman is alive or not. |
9 | আন্তর্জাতিক মানবাধিকার আন্দোলন নামক সংস্থা সংবাদ প্রদান করেছে যে ইরান সম্প্রতি মাদক পাচারের দায়ে ছয়জন কারাবন্দীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করেছে। | Unconscionable. http://t.co/9DUysoct28 #SaveSaman - Faraz Sanei (@farazsanei) February 21, 2015 |
10 | জাতিসংঘ, মাদক পাচার সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি পাওয়ার “যোগ্য বলে বিবেচনার করে না”। | No hi ha cap confirmació oficial per part de les autoritats iranianes de si Saman és viu o mort. Això és inadmissible. |
11 | | La Campanya Internacional pels Drets Humans denuncia que recentment l'Iran ha executat sis presoners del corredor de la mort per tràfic de drogues. |
12 | | Les Nacions Unides consideren que els delictes relacionats amb el tràfic de drogues no formen part de la categoria de delictes que es poden castigar amb la pena de mort. |