# | ben | cat |
---|
1 | নেপালঃ ভারতের অংশ নয়! | Nepal: no pertany a l'Índia! |
2 | ……নেপালের কথা ভুলে যাওয়া উচিত নয়, কারণ নেপাল নামক এলাকাটিও ভারতের একটি অংশ। … | …i no podem oblidar el territori del Nepal, perquè també pertany a l'Índia… |
3 | সম্প্রতি ভারতের একটি টিভি চ্যানেলের সঞ্চালকের (উপস্থাপক) করা একটি মন্তব্য অনেক নেপালী নাগরিক ক্ষুব্ধ, যারা বিভিন্ন সামাজিক প্রচার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছে, একটি চলচ্চিত্র পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠান ইটিসি বলিউড বিজনেস-এর উপস্থাপক এবং চলচ্চিত্র বিশ্লেষক কমল নাহাতা, তার এক পর্বে বলিউডের ব্লকবাস্টার চলচ্চিত্র ডন-২ এর আয়ের বিষয়টি তুলে ধরতে গিয়ে বলে বসেন যে নেপালও, ভারতের একটি অংশ। | Aquest comentari fet recentment per un moderador d'un canal de televisió indi ha indignat molts nepalesos, que han expressat l'enuig en unes quantes xarxes socials. Quan analitzava l'èxit de taquilla de la pel·lícula de Bollywood DON 2 en el seu programa de televisió ETC Bollywood Business [en], el presentador i crític cinematogràfic Komal Nahta va afirmar que el Nepal formava part de l'Índia. |
4 | নীচে ইউটিইউবের যে ভিডিওটি রয়েছে, সেখানে ইটিসি নেটওয়ার্ক নামক প্রতিষ্ঠান জনাব নাহাতার প্রদান করা বক্তব্যের বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করছে: | |
5 | এই সপ্তাহে এটি সামাজিক প্রচার মাধ্যমে অত্যন্ত আলোচিত একটি বিষয়ে পরিণত হয় এবং আরো একবার ভারত-নেপাল সম্পর্কের উপর উত্তেজনা সৃষ্টি করে। | El següent vídeo penjat a YouTube recull el controvertit comentari de Komal Nahta: |
6 | যখন বিষয়টি ইন্টারনেটে আলোচিত হতে থাকে, বিশেষ করে কমল নাহাতাকে (@কমলনাহাতা) উল্লেখ করে টুইটারে যখন তার বক্তব্য নিয়ে আলোচনা চলতে থাকে। | Aquesta setmana se n'ha parlat molt a les xarxes socials i s'ha reactivat el debat sobre les relacions entre l'Índia i el Nepal. |
7 | এই প্রেক্ষাপটে তিনি নিজেও তার বক্তব্যকে ব্যাখ্যা করে একটি প্রবন্ধ এবং তার একই বক্তব্যকে ধরে রেখে, সেই বিষয়ে যুক্তি দিয়ে একটি ব্লগ পোস্ট করেন। যে বিষয়টি ছিল বিস্ময়কর, সেটি হচ্ছে নাহাতা ব্লগ পোস্টে তার এই বক্তব্যের জন্য অনুতাপ করেনি। | Com que l'assumpte ha adquirit molta notorietat a internet, especialment a Twitter, Komal Nahta (@KomalNahta) ha hagut de penjar un article explicatiu [en] en aquesta xarxa social, i també ha escrit una entrada de bloc [en] per justificar el seu comentari. |
8 | তার বদলে তিনি তার বক্তব্যকে যৌক্তিক প্রমান করার চেষ্টা করেন। | Resulta sorprenent que Komal no hagi demanat perdó al seu bloc. |
9 | এতে তিনি আরো দাবি করেন যে, যারা তার বিরুদ্ধে এ রকম বক্তব্য প্রদান করছে তারা বিরক্তকর নাগরিক এবং তার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি সম্বন্ধে তেমন কিছু জানেন না। | Per argumentar la seva posició, ha afirmat que aquells qui han posat el crit al cel només són persones irades que no han entès què volia dir. |
10 | সাথে তিনি আরো যোগ করেন: | També ha afegit: |
11 | সম্ভবত, যে সমস্ত নেপালী নাগরিক, যারা বিতর্ক সৃষ্টি করেছে, তাদের কারো আসলে বাস্তবিক অস্তিত্ব নেই, এমনকি নেপাল সম্বন্ধেও তাদের তেমন ধারনা নেই, আদতে যখন বলিউডের চলচ্চিত্রের আভ্যন্তরীণ আয়ের বিষয়টি হিসাব করা হয়, তখন নেপালকেও-এর একটা অংশ হিসেবে ধরা হয়। | Probablement, la majoria de nepalesos que han generat una controvèrsia on no n'hi havia, ni tan sols sabien que en realitat el Nepal compta com a part de l'Índia a l'hora de calcular la recaptació de les pel·lícules de Bollywood. |
12 | অন্যদের টুইটের জবাব দিতে গিয়ে করা তার টুইটও প্রশ্নের সম্মুখীন হয়েছে। | A més a més, la seva manera de respondre [en] alguns comentaris fets a Twitter també resulta qüestionable. |
13 | লেক্স লিম্বু লিখেছে: | El blocaire nepalès Lex Limbu diu al seu bloc: |
14 | যখন আমি এই বক্তব্যটি শুনি, তখন আমি অস্বস্তি অনুভব করছিলাম। | Quan ho vaig sentir, a mi tampoc no em va fer gràcia. |
15 | কিন্তু পরে আমি বিস্মিত হলাম, কেমন করে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, নিশ্চিতভাবে যে একজন শিক্ষিত নাগরিক, সে এমন একটি কথা বলতে পারে। | Però llavors em vaig preguntar per què una persona adulta i culta podia haver dit una cosa així. |
16 | এই বক্তব্য প্রদানের যৌক্তিকতা তুলে ধরার পর কমল নাহাতা টুইটারে সুবিধা গ্রহণ করে এবং নিজের বক্তব্যের পেছনে যৌক্তিকতা তুলে ধরেন […]। | Després de buscar-ne explicacions, Komal Nahta es va justificar a Twitter […]. |
17 | যথেষ্ট, এই রকম কথা বলার পেছনে তার হয়ত একটা যুক্তি আছে, কিন্তু এই বিষয়টি এখন উদ্বেগজনক ভৌগলিকভাবে সীমাবদ্ধ চিন্তার জায়গা থেকে ভারতের লক্ষ লক্ষ দর্শক এখন ভাবতে থাকবে যে নেপাল আসলে ভারতের একটি অঙ্গরাজ্য (হায়)। | És veritat, potser tenia raó dient allò, però és preocupant que ara milions d'indis que no saben gaire de geografia creguin que el Nepal és un territori de l'Índia (de cap manera). |
18 | এই বিষয়ে কেবল ব্লগ পোস্ট কিংবা ওয়েবসাইটের প্রবন্ধ নয়, এর বিরুদ্ধে কিছু ইউটিউব ভিডিও তৈরি করা হয়েছে। | No sols es poden llegir discussions sobre el tema en blocs i webs. A YouTube s'han penjat alguns vídeos que critiquen el comentari. |
19 | এই বিষয়ে এই ভিডিওটি দেখুন: | Un exemple a continuació: |
20 | http://youtu.be/xI9BeNHH2_g | http://youtu.be/xI9BeNHH2_g |
21 | এ ধরনের বিতর্কের ক্ষেত্রে নেপালীদের এর বিরুদ্ধে কণ্ঠস্বর তুলে ধরার ঘটনা এই প্রথম নয়। | Aquesta no és, amb tot, la primera controvèrsia que aixeca la ira dels nepalesos. |
22 | ১৯৯৮ সালে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দিক্ষিত “নেপাল এক সময় ভারতের অংশ ছিল' বক্তব্য প্রদান করার পর নেপালীদের কাছে ক্ষমা প্রার্থনা করে। | El 1998, Madhuri Dixit, un conegut actor de Bollywood, va haver de demanar perdó públicament després de manifestar que temps enrere el Nepal formava part de l'Índia. |
23 | আবার, ২০০ সালে বলিউডের আরেক অভিনেতা হৃতিক রওশনকে এই বিষয়টি পরিষ্কার করতে হয় যে, সে কখনো এমনটা বলেনি যে, সে নেপাল এবং তার জনগণকে ঘৃণা করে। | Més endavant, l'any 2000, es va acusar l'actor Hrithik Roshan d'haver dit que odiava el Nepal i els nepalesos, i ho va haver de desmentir. |
24 | হৃতিক রওশন এবং মাধুরী দীক্ষিতের ঘটনা বিবিসি, সংবাদ হিসেবে প্রদান করে। বিবিসি জানায়, “বলিউডের তারকাদের নেপাল বিরোধী উক্তি করছে এমন অভিযোগের পর সেখানকার সিনেমা হলগুলো থেকে ভারতীয় চলচ্চিত্র নামিয়ে ফেলা হয়”। | Els casos de Madhuri i Hrithik també es van tractar a la cadena BBC News [en], que anunciava: “Els cinemes de tot el Nepal han deixat d'emetre pel·lícules índies arran d'un comentari despectiu sobre el Nepal d'una estrella de Bollywood”. |
25 | সম্প্রতি টেলিভিশনের একটি কৌতুক অনুষ্ঠানে স্টিফেন কোলবার্ট নেপালীদের পরিচয় এবং সংস্কৃতি নিয়ে ঠাট্টা করেন, এই বিষয়টিও সামাজিক প্রচার মাধ্যমে একই ধরনের আলোচনার সৃষ্টি করে। | Fa poc temps, el presentador nord-americà Stephen Colbert es va riure al seu programa de televisió de la identitat i la cultura nepaleses, la qual cosa va desencadenar a les xarxes socials una sèrie de crítiques semblant [en]. |
26 | আমি আমার নিজের ব্লগ পোস্টে মন্তব্য করেছি : | Jo mateix vaig fer el següent comentari al meu bloc [en]: |
27 | এই বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে এই যে চলচ্চিত্রে আয়ের হিসাব অথবা শিল্প নীতিতে অথবা যে কোন বিষয়ে, এটা অতীব নিন্দনীয় ভুল। | La meva opinió és que, encara que es refereixi als càlculs de recaptació, a les normes del sector cinematogràfic o al que sigui, es tracta sens dubte d'un error blasfèmic. |
28 | যদি কোন বাণিজ্যে এটা নিয়ম হয়ে থাকে, তাহলে তার অনুষ্ঠানে এই বিষয়ক সংবাদটি পরিষ্কার ভাবে উল্লেখ করা প্রয়োজন। | Si es referia a les normes del sector, el presentador ho hauria d'haver dit clarament al seu programa. |