# | ben | cat |
---|
1 | স্পেনঃ কাতালান বিচ্ছিন্নতাবাদী পতাকা দিয়ে রিয়াল মাদ্রিদকে অভিনন্দন | Crida a la xarxa per a rebre el Real Madrid amb estelades |
2 | অফিসিয়াল ফেসবুক ইভেন্ট থেকে ছবিটি নেওয়া হয়েছেঃ “স্বাধীনতার সর্বোত্তম। | Imatge de l'event de Facebook: “El clàssic de la llibertat. |
3 | সারা বিশ্ব শুনছে।” | El món està escoltant”. |
4 | আগামী ৭ ই অক্টোবর, ২০১২ এফসি বার্সেলোনা এবং স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী ফুটবল দল রিয়াল মাদ্রিদ নু্ ক্যাম্পে (শেষবর্তী স্টেডিয়ামটি) মুখোমুখি হবে যেটি সাম্প্রতিক সময়ে “এল ক্ল্যাসিকো” নামে পরিচিত । | A sis dies del “clàssic”, el partit de futbol que enfrontarà el Barça i el Real Madrid el 7 d'octubre, el col·lectiu Veus per la Independència ha fet una crida a la xarxa catalana per omplir el Camp Nou d'estelades. |
5 | খেলার ছয় দিন বাকি থাকতেই কাতালান কর্মী দলটি ভিউস পার লা ইন্দিপেন্দেন্সিয়া [সিএ] অথবা “স্বাধীনতার জন্য কণ্ঠস্বর” ভক্তদের উৎসাহ দিচ্ছে মাঠে তাদের এসতেলাদাস (কাতালান বিচ্ছিন্নতাবাদীদের পতাকা) নিয়ে আসার জন্য যাতে তারা প্রিয় দলের স্টেডিয়ামটি তাদের জাতীয়তাবাদের সমর্থক প্রতীকগুলো দিয়ে ভরিয়ে ফেলতে পারে। | Altres iniciatives animen els assistents a l'event esportiu a cridar independència i cantar els Segadors al minut 17.14 (en referència als esdeveniments històrics del 1714), tal com s'ha estat fent durant els últims partits. |
6 | তাদের অন্য উদ্যোগের মধ্যে আছে যখন ঘড়িতে ১৭:১৪ টা বাজবে তখন কাতালান জাতীয় সংগীতের একটি গণ আবৃত্তির আয়োজন করা (১৭১৪ সালের একটি ঘটনা যে কাতালানরা জাতীয় ছুটির দিন হিসেবে উদযাপন করে)। | A l'event creat a Facebook pel “Clàssic de la llibertat”, Veus per la Independència demana: |
7 | “ক্ল্যাসিক দ্যি লা লিবার্ত্যাত” অথবা “স্বাধীনতার সর্বোত্তম'' শিরোনামে ফেসবুক ইভেন্টে ভিউস পার লা ইন্দিপেন্দেন্সিয়া প্রশ্ন করেছেনঃ “আসছে ৭ ই অক্টোবরে নু্ ক্যাম্পে, সারা বিশ্ব তাদের অন্যতম একটি প্রিয় ম্যাচ দেখবেঃ বার্সেলোনা-মাদ্রিদ। | El proper 7 d'octubre al Camp Nou el món ens tornarà a mirar, es juga un dels partits amb més audiència al món, el Barça-Madrid. |
8 | আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতে এবং নাগরিক আন্দোলনে একত্রিত হওয়ার জন্য আপনাকে আহ্বান জানাই, বিশ্বকে দেখাতে যে কাতালানদের অস্তিত্ব থাকবেই।” | Us demanem que un cop més i de forma cívica però majoritària, mostrem al món la nostra voluntat de ser. |
9 | এই খেলা সম্পর্কিত টুইটগুলো #ক্যাম্পনোউপ্লিডিইস্তেলাদেস হ্যাশট্যাগটি থেকে জানা যাবেঃ | L'etiqueta #CampNouPleDEstelades recull comentaris a Tuiter: |
10 | @জর্ডানেসকু১০ বার্সা-মাদ্রিদ এর খেলা শুরু হতে আরও ছয় দিন বাকি, #১১এস২০১২ #২৭এস২০১২ #৭০সিটি১২ #ক্যাম্পনোউপ্লিডিইস্তেলাদেস এর মতো এটি হবে আরও একটি ঐতিহাসিক দিন! সারা বিশ্ব তা দেখবে! | @jordanesku10 Queden 6dies x l Barça-Madriz serà 1altre dia HISTORIC cm #11S2012 #27S2012 #7OCT12 #CampNouPleDEstelades HO VEURÀ TOT EL MÓN! |
11 | #তেনিম্প্রেসা | #tenimpressa |
12 | @কিউভিক #ক্যাম্পনোউপ্লিডিইস্তেলাদেস আমাদের হাতিয়ারঃ মানুষের নৈতিক শক্তিই তাদের নিজেদেরকে মুক্ত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে তুলে ধরছে। | @quvic #CampNouPleDEstelades les nostres armes: la força de la gent expressant-se lliure,pacífica i democràticament. Que ho vegi TOT EL MÓN ││\*/││ |
13 | সারা বিশ্ব দেখবে!! | @sc_cat Això! |
14 | @এসসি_ক্যাট এটা ঠিক, আমি আশা করি স্পেনের অধিবাসীরা যারা এই খেলাটি দেখবেন তারা শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে কাতালানরা সত্যিকার অর্থে কি চায়! | Que els espanyols q veuen el partit, s.enterin del q volen els catalans realment! |
15 | #ক্যাম্পনোউপ্লিডিইস্তেলাদেস!! | #campNouPleDEstelades!! |
16 | #@বার্সেলোনা১১এস @এ্যানাক্যাট১৯৭৩ | #@barcelona11s @annacat1973 |
17 | বার্সেলোনায় ১. ৫ মিলিয়ন বিচ্ছিন্নতাবাদী ব্যক্তির শোকসঙ্গীতের আট দিন পর, ১৯ শে সেপ্টেম্বরে একটি ম্যাচ চলাকালে স্বাধীনতার জন্য একদল মানুষের স্বতঃষ্ফূর্তভাবে সমস্বর উল্লাসে নু ক্যাম্প পরিপূর্ণ হয়ে উঠেছিলো। | El 19 de setembre, pocs dies després de la multitudinària manifestació per la independència de Catalunya d'Espanya, insòlits crits d'independència ompliren l'estadi del Barça. |
18 | এমন কিছু টুইটার ব্যবহারকারী আশা প্রকাশ করে বলেছেন যে ধারণাটি খুব দ্রুত গতিশীলতা পেয়েছিলো, বিশেষকরে পরের সপ্তাহে যখন রিয়াল মাদ্রিদ বার্সেলোনাতে এসেছিলো। | Llavors, alguns usuaris de Tuiter ja avançaven que la iniciativa podia agafar força en les següents setmanes, especialment en l'enfrontament amb el Real Madrid al Camp Nou. |
19 | ১১ ই সেপ্টেম্বরের একটি গণ প্রতিবাদের ফলস্বরূপ বিচ্ছিন্নতাবাদীতার দিকে সাম্প্রতিক কালের রাজনৈতিক পরিস্থিতির জোরালো পরিবর্তন ঘটেছে- নির্ধারিত সময়ের পূর্বেই ২৫ শে নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং স্বাধীনতার জন্য একটি গণভোটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে- একটি প্রসঙ্গ সৃষ্টি করেছে যা আসন্ন ক্ল্যাসিকো ম্যাচটির গুরুত্ব আরও বাড়িয়ে দিবে। | El panorama polític generat després de la manifestació de l'11 de setembre, que inclou la celebració d'eleccions anticipades a Catalunya per al 25 de novembre, farà del clàssic de diumenge un encontre més tens del que ja ho és habitualment. |
20 | এমনকি একদল রিয়াল মাদ্রিদ সমর্থকও দলটির প্রেসিডেন্ট ফ্লোরেনটিনো পেরেজের কাছে মাঠটি ছেড়ে দেওয়ার আবেদন [স্প্যানিশ] করেছে, যদি এফ সি বার্সেলোনার সমর্থকেরা “ইন্দেপেন্দেনসিয়া” বলে একসাথে গান গেয়ে ওঠে। | La petició [es] que alguns socis del Madrid haurien fet al seu president Florentino Pérez perquè abandone el camp si a les grades es crida “independència”, encara ha encès més els ànims. |