Sentence alignment for gv-ben-20130810-37968.xml (html) - gv-cat-20130822-6363.xml (html)

#bencat
1স্লোভেনিয়া: ভলকানের নতুন পুরাতন অপরূপ সৌন্দর্যের পর্যটন ক্ষেত্রFOTOS: Redescobrim Eslovènia, el tresor d'estiu dels Balcans
2অনেক আকর্ষণীয় অবকাশ বৈশিষ্ট্যের কারণে সাম্প্রতিক বছরগুলোতে স্লোভেনিয়া আরও জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে, বিশেষ করে ইউরোপের নাগরিকদের জন্য।Eslovènia darrerament s'està convertint en un destí encara més popular per la seva nombrosa i atractiva oferta d'estiu, en particular per als ciutadans europeus.
3স্বাস্থ্য পর্যটন বিকাশে স্লোভেনিয়ার ধারণা উদীয়মান সাফল্য পেয়েছে। এই ছোট দেশটিতে এখন বেশ কিছু প্রাকৃতিক খনিজ জলের উৎস এবং স্বাস্থ্য রিসোর্ট রয়েছে।La intenció d'Eslovènia de centrar-se en el turisme de salut i de desenvolupar-lo ha estat un gran èxit, i aquest petit país compta ara amb una dotzena de balnearis i centres de salut.
4অবস্থান ও জলবায়ুগত ভৌগলিক সুবিধা ব্যবহার করে স্লোভেনিয়া এর উন্নয়ন পরিকল্পনায় “স্বাস্থ্য প্রকৃতির মাধ্যমে” ট্যাগলাইনের অধীনে ১৫ টি আধুনিক স্বাস্থ্য রিসোর্ট তৈরী করেছে।Gràcies als avantatges geogràfics pel que fa a la ubicació i al clima, el pla de desenvolupament eslovè ha creat 15 dels centres de salut més moderns amb l'eslògan “La salut a través de la natura”.
5এই স্পা পর্যটন প্রচারাভিযান স্লোভেনিয়ায় ক্রমবর্ধমান পর্যটক এনে দিয়েছে, যারা সবুজ ভূমধ্য উপকূল পছন্দ করে।Aquesta campanya de turisme de balnearis ha fet que un nombre creixent de turistes, amants de la costa verda mediterrània, visiti Eslovènia [en].
6স্লোভানিয়ার একটি মানুশ্য-প্রাকৃতিক বিস্ময়- স্কসজান গুহা; ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহৃত।Una de les principals meravelles naturals d'Eslovènia, les Coves Skocjan; amb llicència Creative Commons.
7স্লোভেনিয়ান তটরেখা মাত্র ৪৬. ৬ কিলোমিটার দীর্ঘ, যেখানে পিরান, ইজিলা এবং কোপার উপকূলীয় শহরগুলি তাদের আসল মধ্যযুগীয় কাঠামো এবং অনুভব দ্বারা পর্যটকদের আকর্ষণ করে।Eslovènia només compta amb 46,6 quilòmetres de costa, però els municipis costaners de Piran, Izola i Koper, amb el seu ambient i les seves estructures medievals, són una atracció pels turistes.
8এই গ্রীষ্মে সামাজিক মিডিয়া সাইটগুলো ইউরোপ এবং বাকী বিশ্ব থেকে আসা ব্যবহারকারীদের স্লোভেনিয়ায় তাদের অবকাশের সময় উষ্ণ সম্ভাষণের সাথে লোড হয়, যাদের অধিকাংশ দেশটির প্রাকৃতিক বিস্ময়ের দ্বারা প্রভাবিত বলে মনে হয়।Aquest estiu, els mitjans de comunicació socials són plens de càlides salutacions d'usuaris de molts punts d'Europa i del món durant les seves vacances a Eslovènia, i semblen especialment impressionats per les meravelles naturals del país.
9গুহা অনুসন্ধানে উত্সাহীদের জন্য একটি ফেসবুক পাতা এক পর্যটকের তোলা আশ্চর্যজনক স্কসজান গুহার ছবি শেয়ার করেছে।Una pàgina de Facebook per a entusiastes de l'espeleologia comparteix fotografies de turistes de les increïbles coves Skocjan.
10স্লোভেনিয়ায় গ্রীষ্ম নিবেদিত আরেকটি ফেসবুক পাতা, ব্যবহারকারীদের রাফটিং এর মতো গ্রীষ্মকালীন ক্রিয়াকলাপের ছবি শেয়ার করেছে।Una altra pàgina de Facebook, dedicada a l'estiu a Eslovènia, comparteix fotografies d'activitats d'estiu dels usuaris, com ara el ràfting.
11সোঁকা ভ্যালিতে কায়াকিং পাঠ; ছবিঃ সোঁকা রাফটিং, অনুমতিক্রমে ব্যবহৃতClasses de caiac a la Vall de Soča; fotografia cortesia de Soča Rafting (utilitzada amb permís).
12সোঁকা ভ্যালি অনেক কার্যক্রম এবং দুঃসাহসিক অভিযান আহবান করে; ছবিঃ সোঁকা রাফতিং, অনুমতি নিয়ে ব্যবহৃতLa Vall de Soča ofereix moltes activitats i aventures; fotografia cortesia de Soča Rafting (utilitzada amb permís).
13সবচেয়ে জনপ্রিয় গন্তব্য তবে, রক্ত পাতের শহর বলে মনে করা হয়:Tanmateix, el destí més popular sembla que és la ciutat de Bled:
14লন্ডনের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র আলাস্টেইর মাভোর রক্তপাতের এই বিষয়ে বলেছেন:Alastair Mavor, un estudiant londinenc d'Història de la Universitat de Nottingham, diu això sobre Bled:
15ব্লেড হ্রদ - প্রশংসনীয় অপরাজেয়!Llac de Bled: realment insuperable!
16#স্লোভেনিয়া #ইন্টারেইল আরেকজন টুইটার ব্যবহারকারী, মিডিয়া পেশাদারী এবং স্লোভেনিয়ার স্থানীয় বক্তা, @লেঞ্জাএফপাপ বলেছেন:Un altre usuari de Twitter, una professional dels mitjans de comunicació i nadiua d'Eslovènia, @LenjaFPapp, diu:
17আপনার রবিবারের শেষ ঐন্দ্রজালিক উপায়!La manera màgica d'acabar el diumenge!
18অস্ট্রিয়ার পরিদর্শক @স্টেফদো_ ব্লেড হ্রদের এই চিত্রানুগ ছবি পোস্ট করেছেন:Un turista austríac, @StephDo_ ha penjat una pintoresca fotografia del llac Bled:
19#ব্লেডে একটি সুন্দর দিন #গ্রীষ্ম২০১৩ #স্লোভেনিয়া #নীল #হ্রদ #বিস্ময়করUn gran dia a Bled!
20স্লোভেনিয়ান হ্রদগুলো এখনও দর্শকদের সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করে, কিন্তু সম্ভবত স্লোভেনিয়া অন্যান্য ক্ষেত্রগুলোতে পর্যটকদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে তাঁদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।Els llacs eslovens encara criden gran part de l'atenció dels visitants, però sembla que Eslovènia té l'objectiu de dirigir-la cap a altres llocs i activitats que ofereix: és el que ABC News anomena vacances al cor d'Europa [en].
21এবিসি নিউজ দেশটিকে অবকাশ যাপনের ক্ষেত্রে ইউরোপের প্রাণকেন্দ্র বলে অভিহিত করেছে।