Sentence alignment for gv-ben-20120325-23974.xml (html) - gv-cat-20120410-1553.xml (html)

#bencat
1সিরিয়া: সাংবাদিকদের বিরুদ্ধে আক্রমণ চলছেইSíria: continua la repressió contra els periodistes
2এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর উপর করা আমদের বিশেষ কাভারেজের অংশ।Aquest article forma part de la cobertura especial de les protestes a Síria 2011-2012.
3যখন হাজার হাজার নাগরিক খুন, গ্রেফতার এবং অদৃশ্য হয়ে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে এক অভূতপূর্ব নির্মম পরিস্থিতির মাঝে সিরিয়ার সংগ্রাম চলছেই।Milers de morts, torturats, detinguts i desapareguts, i la lluita del poble sirià continua enmig d'una brutalitat sense precedents.
4বিক্ষোভকারীদের কার্যক্রমকে নীরব করে দেবার পদক্ষেপ হিসেবে সিরিয়া সরকার, সাংবাদিক, ব্লগার এবং ভিডিও একটিভিস্টদের উপর দমন অভিযান পরিচালনা করছে।El règim, amb la intenció de silenciar els activistes, ha intensificat la repressió contra els periodistes, blocaires i videoactivistes.
5সালমা ইয়াফি, সাংবাদিকতা বিভাগের একজন ছাত্র এবং ন্যাশনাল ডেভলপমেন্ট পার্টির সদস্য, সে সরকারের সাম্প্রতিকতম এক শিকার।La Salma Yafi, una estudiant de periodisme i membre del Partit Nacional pel Desenvolupament (PND), és una de les darreres víctimes del règim.
6ন্যাশনাল ডেভলপমেন্ট পার্টির সদস্য হবার পর ইয়াফি একবার গ্রেফতারের শিকার হয়েছিল। এই দলটি, সরকারের নতুন “বহুদলীয় সংস্কার”-এর অধীনে আনুষ্ঠানিক ও বৈধভাবে নিবন্ধন করা একটি দল।A la Yafi, la van detenir després d'afliliar-se al PND, un nou partit oficial i registrat legalment, emparat per les noves “reformes multipartidistes” del govern.
7১৫ ফেব্রুয়ারি তারিখে সিরীয় সরকার ঘোষণা প্রদান করে যে রাজনৈতিক দল সমূহের নিবন্ধনকারী সংস্থা হয়ত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি নামের একটি নতুন রাজনৈতিক দলকে লাইসেন্স প্রদান করতে পারে। আর এর ফলে দেশটির রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে ছয়ে পরিণত হয়।El 15 de febrer, en efecte, el govern sirià va anunciar que el Comitè d'Afers de Partits autoritzava una nova formació política anomenada Partit Nacional pel Desenvolupament, amb la qual cosa augmentava a sis el nombre de partits polítics a Síria.
8এই দলের এক সদস্যের মতে, দলের একটিভিস্টরা বিক্ষোভকারীদের মূল দাবিগুলো প্রদর্শন করেছে, কিন্তু তারা রাজনৈতিক ভাবে এবং আইনের মাধ্যমে এই সমস্ত দাবী আদায়ে সচেষ্ট।Segons un membre d'aquest partit, els activistes del grup comparteixen les mateixes reivindicacions dels manifestants, però han optat per vies polítiques i legals per tal d'aconseguir les seves demandes.
9সরকার ঘোষিত সংস্কার এবং তাতে সে সমস্ত নাগরিক অংশগ্রহণ করার শপথ করেছে, সরকার দ্বারা তাদের গ্রেফতারের বিষয়টি, একটিভিস্টরা গুরুত্বের সাথে উল্লেখ করছে।Els activistes han posat en relleu la contradicció que hi ha entre les reformes anunciades i la detenció dels ciutadans que afirmaven formar part d'aquestes reformes.
10@গাব টুইট করেছে:@Gab va tuitejar: [en]
11@গাব: #আসাদ এ সবের জন্য দায়ী: সরকার ঘোষিত সংস্কারের অংশ হিসেবে তরুণ সালমা ইয়াফি রাজনৈতিক দলের সদস্য হিসেবে নিজের নাম নিবন্ধন করেছিল।@Gab: Al-#Assad n'és responsable: la jove Salma Yafi, registrada pel govern com a part de les reformes, ara es troba detinguda.
12সচেতনতা সৃষ্টির জন্য দয়া করে #সালমাইয়াফি নামক হ্যাশট্যাগ ব্যবহার করুন।Si us plau, empra #Salma Yafi perquè la notícia se sàpiga.
13যখন থেকে সিরিয়ার গণ জাগরণ শুরু হয়েছে তখন থেকে সংস্কারের ঘোষণা প্রদান করে নিপীড়ন চলানো সরকারের একটি বিষয়ে পরিণত হয়েছে। এখন থেকে এক বছর আগের ঠিক এই দিন থেকে তা শুরু হয়েছে, এখন ক্রমশ আরো অনেক সাংবাদিক সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।Anunciar reformes i continuar amb la repressió dels activistes ha estat habitual d'ençà que va començar la revolució, que va fer un any el 15 de març passat, i cada vegada més els periodistes es converteixen en l'objectiu del règim.
14সিরিয়ায় অবস্থান করা তুরস্কের সাংবাদিক আদেম অজকোশে এবং হামিত কোসকুনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যা অনলাইনে এক ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে, বিশেষ করে তুরস্কের নেট নাগরিকদের মাঝে।Els periodistes turcs Adem Ozkose i Jamit Koskun han desaparegut també a Síria, i s'ha generat una gran reacció a la xarxa, especialment dels internautes turcs.
15সাংবাদিক জামাল এল শাহাইয়াল টুইট করেছে:El periodista Jamal ElShayyal va tuitejar [en]:
16@জামালআলজাজিরা: ফ্লোটিলার উপর হামলা পর আমি এবং #আদামজকোসে, # ইজারয়েলের এক কারগারে একই কক্ষে বন্দী ছিলাম।@jamalAljazeera: Vaig compartir cel·la amb #AdemOzkose quan #Israel ens va detenir després d'atacar la flotilla.
17# সিরিয়া থেকে যে দুই জন সাংবাদিক, সেখানকার তোলা ছবি পাচার করত, সে ছিল তার মধ্যে একজন।Ell era un dels dos periodistes que exportava imatges de #Síria.
18ছবির সূত্র: ফেসবুক.Font: Facebook.com/UniteforSyria
19কম/ ইউনাইটফরসিরিয়া যখন সিরিয়ায় এই ভাবে নিপীড়ন চলছে, তখন আন্তর্জাতিক রাজনৈতিক প্রতিনিধিদের দেখে মনে হচ্ছে না, তারা এই ধরনের গণহত্যা কি ভাবে বন্ধ করা যায় সে বিষয়ে একমত হতে পারছে।Mentre la repressió continua, els representants polítics internacionals no semblen posar-se d'acord en la manera de posar fi a la matança.
20তবে সিরিয়ার নাগরিকরা একা নয়।Els sirians, amb tot, no estan sols.
21সিরীয় নাগরিকদের এই অন্দোলন সারা বিশ্বের নাগরিকদের সমর্থন লাভ করেছে এবং সিরিয়ায় বছর ধরে চলা রক্তপাত বন্ধের জন্য আজকে (১৫ মার্চ) বিশ্ব জুড়ে ইউনাইট ফর সিরিয়া নামের এক প্রচারণার পরিকল্পনা করা হয়েছে।La seva lluita rep el suport de ciutadans de tot el món i, de fet, es va programar una gran campanya mundial el dia 15 de març, Units per Síria, per posar fi al vessament de sang que els sirians pateixen des de fa un any. Aquest article forma part de la cobertura especial de les protestes a Síria 2011-2012.