# | ben | cat |
---|
1 | কাতালোনিয়া: স্পেন থেকে স্বাধীন হয়ে কী করবে? | Catalunya: Independència d'Espanya per a fer què? |
2 | এই পোস্টটি আমাদের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা সংক্রান্ত কভারেজের অংশ। | Aquest article forma part de la nostra cobertura sobre Relacions Internacionals i Seguretat. |
3 | ১১ই সেপ্টেম্বর, ২০১১ তারিখে ভায়া লাইয়েতানা'তে (বার্সেলোনা) স্বাধীনতার জন্যে সমাবেশ। | La manifestació independentista de l'11 de setembre de 2012 a la Via Laietana. |
4 | উইকিমিডিয়া কমন্সে লোহান১১ (সিসি বাই-এসএ ৩. | Per Lohen11 a Wikimedia Commons (CC BY-SA 3.0) |
5 | ০) ২৫শে নভেম্বর, ২০১২ কাতালানরা একটি তাৎক্ষণিক আঞ্চলিক নির্বাচনের জন্য ভোটের দিকে অগ্রসর হয়েছে। স্বাধীনতার জন্যে বার্সেলোনাতে সংঘটিত একটি বিশাল সমাবেশের মাত্র দুই মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। | El 25 de novembre del 2012, els catalans van anar a votar en unes eleccions avançades que van tindre lloc només dos mesos després de la multitudinària manifestació independentista de l'11S a Barcelona. |
6 | ভোট প্রদানকারীদের সংখ্যা ৩০ বছরের সর্বোচ্চ প্রায় ৭০%-এ উন্নীত হয়েছিল এবং আত্মনির্ধারণের (সিআইইউ-ইআরসি-আইসিভি-সিইউপি) জন্যে একটি গণভোট অনুষ্ঠানের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ চারটি রাজনৈতিক দল রক্ষণশীলদের (পিএসসি-পিপি-সি) চেয়ে দ্বিগুণের বেশি আসন লাভ করেছে। | La participació electoral va assolir el 70%, la més alta en 30 anys de democràcia, i els quatre partits polítics que estan d'acord a celebrar un referèndum sobre l'autodeterminació (CiU-ERC-ICV-CUP) van aconseguir més del doble d'escons que els partits que defensen l'status quo (PSC-PP-C's). |
7 | তাৎপর্যপূর্ণভাবে, কাতালোনিয়ার প্রধান দু'টি দল - শাসক মধ্য-ডানপন্থী সিআইইউ এবং সমাজতান্ত্রিক পিএসসি - শোচনীয়ভাবে পিছিয়ে যায়। | A més, els dos partits tradicionalment majoritaris, el governant de centre-dreta CiU i el socialista PSC van rebre un dur revés. |
8 | সেই অনুসারে, মনে হচ্ছে কাতালোনিয়া এখন বাকি স্পেনের সঙ্গে তার বন্ধন সম্পর্কে একটি গণভোটের দিকে যাচ্ছে এবং তারা প্রধান রাজনৈতিক দলগুলোর মাধ্যমে প্রক্রিয়াটি পরিচালনায় বিশ্বাস করে না। | Sembla doncs que Catalunya està de camí a un referèndum per decidir sobre la seua relació amb Espanya, i que no confia en els partits majoritaris per liderar el procés. |
9 | স্পেন অবশ্য কাতালানদের ভোট প্রদানের কাজটি সহজ করবে না, যেহেতু ফ্রান্সিসকো ফ্রাংকোর স্বৈরশাসনের পতনের পর ১৯৭৮ সালে লিখিত দেশটির সংবিধানে স্পেনকে বিভক্ত করার যে কোন প্রচেষ্টা অবৈধ বিবেচিত। | Espanya, tanmateix, no els ho posarà fàcil als catalans, ja que qualsevol intent de dividir Espanya pot considerar-se il·legal sota la Constitució, escrita el 1978 després de la caiguda de la dictadura de Francisco Franco. |
10 | সাংস্কৃতিক পার্থক্যের কথা বাদ দিলেও অনেক কাতালান স্বাধীনতার প্রতি আকৃষ্ট বোধ করছে কারণ এটি তাদেরকে আরো দক্ষ, গণতান্ত্রিক, স্বচ্ছ এবং উদ্ভাবনী একটি নতুন রাষ্ট্র নির্মাণের সুযোগ প্রদান করবে। | Deixant de banda les diferències culturals, molts catalans se senten atrets per la independència perquè oferiria oportunitats per construir un estat nou més eficient, democràtic, transparent i innovador. |
11 | একটি স্বাধীন কাতালোনিয়া সদা অর্থনৈতিক সংকট, অস্বচ্ছতা এবং পৃষ্ঠপোষিত রাজনীতি আক্রান্ত আজকের স্পেন থেকে অনেক আলাদা হতে পারে। | Una Catalunya independent podria ser molt diferent de l'Espanya actual, on l'opacitat i el clientelisme són sovint denunciades com dinàmiques rutinàries. |
12 | তবে একটি স্বাধীন কাতালোনিয়া কী ১৯৭০ এর দশকের শেষ ভাগ থেকে স্পেনে আধিপত্যশীল প্রাতিষ্ঠানিক গতিশীলতার ভাঙ্গনে নেতৃত্ব দিতে পারে? | Però podria el procés cap a la independència trencar aquestes dinàmiques sistèmiques que han dominat Espanya des de finals dels anys 70? |
13 | আশাবাদীরা তাই বিশ্বাস করে। | Els optimistes creuen que sí. |
14 | উদাহরণস্বরূপ, একটি স্বাধীন কাতালোনিয়ার অর্থনৈতিক সম্ভাব্যতা ব্যাপকভাবে আলোচিত এবং সেটা ততদিন পর্যন্ত সম্ভব যতদিন সামান্য কয়েকটি বাণিজ্য বাধা থাকবে। | Se n'ha parlat molt ja de la viabilitat econòmica d'una Catalunya independent, que es considera possible mentre no hi haja un bloqueig al comerç. |
15 | তবে সম্ভাব্যতা শুধু যথেষ্ট সম্পদ থাকার ব্যাপার নয়। | Però la viabilitat no és només tindre recursos suficients. |
16 | একটি কাতালান সংবাদপত্রের উপসম্পাদকীয়তে অর্থনীতিবিদ ইয়োর্দি গালির লেখা অনুবাদ করেছে উইলসন উদ্যোগ: | En un article d'opinió publicat a La Vanguardia i traduit a l'anglés pel Col·lectiu Wilson, l'economista Jordi Galí va escriure: |
17 | এই প্রতিবেদন [“বিশ্বব্যাংকের ব্যবসা”] এবং বিশ্বব্যাংকের প্রতিযোগিতামূলক প্রতিবেদনের মতো একইধরনের অন্য কোনটি কোনো ব্যবসা ব্যবস্থাপকের জন্যে যা প্রয়োজন শুধু সেটা নিশ্চিত করে: উৎপাদনশীলতার উপর ভিত্তি করে সম্পদ সৃষ্টির আদর্শ পরিস্থিতি থেকে স্প্যানিশ প্রাতিষ্ঠানিক পরিকাঠামো অনেক দূরে রয়েছে। | Aquest informe [‘Doing Business', del Banc Mundial], i d'altres semblants, com el World Competitiveness Report, no fan altra cosa que confirmar el que és evident per a qualsevol empresari: el marc institucional espanyol està lluny de ser el més adequat per a la generació de riquesa basada en l'activitat productiva. |
18 | সুতরাং গোড়া থেকে একটি নতুন রাস্ট্র নির্মাণ অতীতের ভারমুক্ত ভবিষ্যতমুখী একটি উচ্চাভিলাষী এবং আকর্ষক প্রক্রিয়া শুরু করার অনন্য সুযোগ সৃষ্টি করে। | La construcció d'un nou Estat ofereix, en aquest sentit, una oportunitat única per fer creu i ratlla i iniciar un procés ambiciós i engrescador que miri endavant sense la càrrega del passat. |
19 | কিন্তু পৃষ্ঠপোষিত রাজনীতি ভিত্তিক একটি সমাজ কিভাবে উৎপাদনশীল হতে পারে? | Però com de productiva pot ser una societat basada en l'opacitat i el clientelisme? |
20 | এসমোগলু এবং রবিনসন লিখিত জাতি কেন ব্যর্থ হয় বই থেকে অনুপ্রেরণা গ্রহণ করে এদ্রিয়া এলসিনা কাতালোনিয়ার ক্ষমতার কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে ই-নোটিসিসে[কাতালান ভাষায়] লিখেছেন: | Inspirant-se en el llibre Why Nations Fail [es] d'Acemoglu i Robinson, Adrià Alsina escriu a e-notícies [ca] sobre la necessitat de canviar les estructures de poder de Catalunya: |
21 | শোষক অভিজাতরা সরকারী ক্ষমতা এবং বড় বড় পরিষেবা কোম্পানীগুলো নিয়ন্ত্রণ করে একটি সামাজিক শ্রেণী গঠণ করে ঠিক পোষক থেকে পরজীবীর মতো করে দেশ থেকে সম্পদ শুঁষে নেয়। | Les elits extractives controlen el poder públic i les grans empreses de serveis, i formen una casta que absorbeix la riquesa del país tal com faria un paràsit amb el seu hoste. |
22 | তারা একে জাতীয় স্বার্থ, সরকারী পরিষেবা বা স্থানীয় শিল্পের সুরক্ষার ছদ্মাবরণ দিলেও তা সবসময় সংখ্যাগরিষ্ঠের স্বার্থের উপর সংখ্যালঘুর সুবিধার সেই একই সুরক্ষায় পর্যবসিত হয়। | Ho disfressen d'interès nacional, servei públic o protecció de la indústria local, però sempre es tracta de la mateixa protecció de privilegis minoritaris per davant dels interessos de la majoria. |
23 | একটি ফলোআপ নিবন্ধে [কাতালান ভাষায়] তিনি বলেছেন: | En un article posterior, afegeix: |
24 | নিজস্ব রাষ্ট্রে পৌঁছাতে পারলে কাতালোনিয়া এই জোয়াল থেকে পরিত্রাণ লাভের সুযোগ। তবে এটা শুধুমাত্র কিছু শোষক অভিজাতের প্রতিস্থাপনও হতে পারে। | Si Catalunya assoleix l'estat propi, tindrà l'oportunitat de desfer-se d'aquest jou, però també podria ser que simplement substituís unes elits extractives per unes altres. |
25 | … আগামী বছরগুলোতে আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিজাতদের মধ্যেকার যে ভয়ানক অশুভ আঁতাত আমাদেরকে বিপর্যয়ের নিয়ে যাওয়া এই কাঠামোটি পাল্টানোর সুযোগ রয়েছে। | …I aquesta estructura és la que tenim l'oportunitat de canviar en els propers anys: La desastrosa connivència entre elits econòmiques i polítiques que ens ha portat al desastre. |
26 | রাজনীতিবিদ এবং নির্মাণ ব্যবসায়ীদের সেবাদানকারী আধা-সরকারী ব্যাংকগুলির অর্থায়ণপুষ্ট জমি ও গৃহায়ণ ব্যবসার বুদ্বুদের বিপরীতে অধিকাংশ কাতালান কোম্পানীগুলো এখনো ফ্রাংকোর আমলে পড়ে রয়েছে। | A la bombolla immobiliària finançada per bancs semi-públics al servei dels polítics i dels constructors, a que la majoria de grans empreses catalanes encara datin de l'època de Franco. Alguns dubten que aquests canvis estructurals siguen possibles amb CiU al capdavant del procés. |
27 | প্রক্রিয়াটি প্রধান মধ্য-ডানপন্থী পার্টি সিআইইউ'র নেতৃত্বাধীন থাকায় কেউ কেউ সন্দেহ করেন এই কাঠামোগত পরিবর্তন সম্ভব কিনা। | Per exemple, el bloc i compte de Tuiter CiU ens Roba, amb 6,870 seguidors, diu al seu perfil de Tuiter: Catalunya es mereix una independència sense lladres. |
28 | উদাহরণস্বরূপ, ৬,৮১০ জন অনুসরণকারী সম্বলিত ব্লগ এবং টুইটার একাউন্ট @সিআইইউয়েন্সরবা(‘সিআইইউ আমাদের লুণ্ঠন করছে') এর টুইটার প্রোফাইল বর্ণনায় বলেছে: | CiU ens ha robat llibertats, sobirania, identitat, benestar… i ho continuarà fent! Altres adverteixen que acabar amb les dinàmiques corruptes en general és molt més urgent que la independència d'Espanya en si mateixa. |
29 | কাতালোনিয়া চোরমুক্ত একটি স্বাধীনতার দাবিদার। সিআইইউ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরিচয়, কল্যাণ… চুরি করেছে এবং এটা করতে থাকবে! | @Moragasanti: Al Oasi catala no hi han Datils (pel poble, clar) Volem la Independencia, pero amb la motxilla de la nostra corrupció política A sobre? |
30 | অন্যরা যুক্তি তুলে ধরেছে যে স্পেন থেকে স্বাধীনতার চেয়ে দুর্নীতির অবসান সাধারণভাবে আরো অনেক বেশি জরুরী। | Bdia @afarrasc: Els jutges han esperat el #25N+2 x imputar dirigents PSC per presumpta corrupció La indèpendència judicial és més urgent que la de Catalunya |
31 | @মোরাগাসান্তি: কাতালান মরুদ্যানে (জনগণের জন্যে অবশ্যই) খুর্মা-খেজুর নেই। | Un procés d'independència sacsejaria l'ordre polític i econòmic de Catalunya. |
32 | আমরা স্বাধীনতা চাই, কিন্তু আমাদের পিঠে রাজনৈতিক দুর্নীতির সেই থলে বহন করবো কী? | Tanmateix, caldrà molt més que un referèndum per a sacsejar les dinàmiques socials i de poder. Podria, però, ser un primer pas? |
33 | @আফারাস্ক: কথিত দুর্নীতিতে পিএসসি নেতাদের অভিযুক্ত করতে ম্যাজিস্ট্রেটরা #২৫ন+২ (দিন) পর্যন্ত অপেক্ষা করেছে কাতালোনিয়ার চেয়ে বিচার বিভাগীয় স্বাধীনতা বেশি জরুরী স্বাধীনতার একটি প্রক্রিয়া অঞ্চলটির রাজনৈতিক এবং অর্থনৈতিক শৃংখলে নাড়া দিবে। | Aquest article i les seues traduccions a l'espanyol, l'àrab i el francés han estat encarregades per la International Security Network (ISN) com a part d'una col·laboracio per a recollir opinions sobre relacions internacionals i qüestions de seguretat de ciutadans d'arreu del món. |
34 | তবে, সামাজিক এবং ক্ষমতার গতিপ্রকৃতিতে নাড়া দিতে একটি গণভোটের চেয়ে অনেক বড় কিছু দরকার। এটা কী একটা প্রথম পদক্ষেপ হতে পারে? | Aquest article es va publicar en primer lloc al bloc de l'ISN, podeu trobar altres articles semblants ací. |