Sentence alignment for gv-ben-20150825-50042.xml (html) - gv-cat-20150921-10600.xml (html)

#bencat
1নেপালের দক্ষিণ পাহাড়ের পাদদেশের রানা থারুদের ১৮টি বিস্ময়কর ছবি18 impactants fotos dels rana tharus del sud del Nepal
2রানা থারু রমণী-রুপালি সাদা উজ্জ্বল পোষাক এবং কালো শালে তাদের অসাধারণ সুন্দর দেখাচ্ছে।Rana tharus - El blanc platejat queda sorprenent i preciós en combinació amb els vestits de colors i els xals negres.
3ছবি সোলভেগ বোরগেন-এর ।Imatge de Solveig Boergen.
4অনুমতিক্রমে প্রকাশিত।Utilitzada amb permís.
5একদা সমৃদ্ধ ভূমি মালিক রানা থারু সম্প্রদায়, যারা নেপালের সুদূর পশ্চিমের কাইলালাই এবং কাঞ্চনপুর জেলার আদিবাসী- তারা লুটপাট, বল পূর্বক দখল এলাকা এবং বৈষম্যের শিকার হয়েছে।Els rana tharus, el poble nadiu de Kailali i Kanchanpur a l'oest del Nepal, havien estat terratinents rics, però al llarg del temps també han estat testimonis de saquejos, invasions i discriminacions.
6তাদের বিচ্ছিন্ন গ্রামগুলোতে ডাকাতরা এসে নিয়মিত লুটপাট করে নিয়ে গেছে।Els pobles aïllats on viuen han patit saquejos de forma regular per part de bandits.
7যখন শুকলা পান্থ বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা পরিধি আরো বিস্তৃত করা হয় তখন তারা উদ্বাস্তু হয়ে পড়ে এবং ভূমি বন্দোবস্ত কর্মসূচির আওতায় তারা তাদের পুর্ব পুরুষের অনেক ভূমি হারিয়েছে।Els tharus van ser desplaçats quan es va ampliar la reserva natural de Shuklaphanta i molts van perdre les seves terres ancestrals com a conseqüència d'un programa de colonització de terres.
8যখন চিতওয়ান-এর থারুসদের এলাকায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণে এক ডিডিটি ছিটানো কর্মসূচি গ্রহণ করা হয় তখন তাদের গৃহের আশেপাশের নিজস্ব এলাকা দখল হয়ে যায়, ফলে তাদের নিজস্ব ভূমি কমে কেবল ১৪ শতাংশে পরিণত হয়।Els tharus de Xitwan van passar a ocupar només un 14 % de la seva zona després que un programa contra la malària ruixés amb DDT (dicloro difenil tricloroetà) els voltants les cases on vivien.
9এর আগে এই এলাকার ৯০ শতাংশ জমি তাদের দখলে ছিল।Anteriorment, havien ocupat gairebé el 90 % de la zona.
10যেহেতু তারা এক সময় বিচ্ছিন্ন অবস্থায় বাস করত, এই কারণে তাদের সম্বন্ধে কোন লিখিত তথ্য পাওয়া কঠিন, এই কথাটি লিখেছে বিক্রম রানা তার ব্লগে:És difícil trobar documents escrits sobre els rana tharus perquè han viscut aïllats. Bikram Rana escriu al seu blog el següent:
11ভারতে খিহিরি এবং নৈনিতালের রানা সম্প্রদায় আদিবাসী তফসিলী সম্প্রদায়ের তালিকা ভুক্ত।A l'Índia els rana tharus de Khiri i Nainital són tribus reconegudes.
12নেপালের ক্ষেত্রে সেখানে বাস করা রানা থারুসদের ক্ষেত্রে বলা হয়েছে তারা ১৬ শতক থেকে কাইলালি এবং কাঞ্চনপুরের বসতি গড়ে এবং তারা হচ্ছে এই দুটি জেলার বসতি স্থাপন করা প্রথম সম্প্রদায় পরবর্তীতে যাদের সাথে ডাঙ্গ সম্প্রদায়ের ডাঙ্গুরার যোগ দেয় এবং ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি এবং পঞ্চায়েত শাসন ব্যবস্থায় বসতি পুনর্বিন্যাস পরিকল্পনার অধীনে খাসিয়া নামের সম্প্রদায় এদের সাথে যোগ দেয়।En el cas del Nepal, en termes d'hàbitats, els rana tharus són els residents nadius de Kailali i Kanchanpur des del segle XVI i són els primers pobladors de les dues regions, als quals més tard es van unir els dangauras de Dang i, després de l'eradicació de la malària i el pla de reassentament del règim Panchayat, les tribus khasiyas.
13তবে সকল বৈপরীত্য সত্ত্বেও তারা তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য ভুলে যায়নি।No obstant això, malgrat totes les adversitats, no han oblidat la seva cultura i tradició.
14তাদের জীবন যাপন এখনো আলাদা এবং তাদের ঐতিহ্যবাহী পোষাক এবং অলঙ্কার প্রতিটি ফটোগ্রাফার এবং ডিজাইনারকে পুলকিত করে।La seva forma de vida continua sent diferent, i els seus vestits i ornaments tradicionals són una delícia per a qualsevol fotògraf i dissenyador.
15সলভেগ বোয়েরগেন হচ্ছেন এক জার্মান ফটোগ্রাফার যিনি জাপানে বাস করেন এবং সেখানে কাজ করেন। তিনি রানা থারুদের দৈনন্দিন জীবনের চালচিত্র ধারণ করার জন্য পশ্চিম নেপালের কাঞ্চনপুর জেলা ভ্রমণ করেন।Solveig Boergen, un fotògraf alemany que viu i treballa al Japó, va viatjar a Kanchanpur, a l'oest del Nepal, per captar la vida quotidiana dels rana tharus.
16ভদ্রমহিলা সেখানে যা দেখতে পেয়েছেন এখানে তা তুলে ধরা হল:Aquí hi ha el que va veure:
17কাদামাটি দিয়ে তৈরি ঘর আর তার জানালা দিয়ে সূর্য উঁকি দিচ্ছে, রানা সম্প্রদায়ের এক প্রবীণ নারী পরিবারের রান্নার জন্য ব্যস্ত।A mesura que el sol treu el cap per la finestra de la casa de fang, una dona gran rana s'ocupa de preparar el menjar.
18সূর্যের শক্তিশালী কিরণ চারপাশকে আলোকিত করেছে এবং রান্নাঘরের অন্ধকার যেন কোন এক গেরুয়া রঙের তৈলচিত্রে পরিণত হয়েছে।Els raigs il·luminen l'entorn i el racó de la cuina fosc es converteix en un retrat pintat en ocre.
19সকালের গৃহস্থালিতে প্রথম কাজ হচ্ছে আগের দিনের সকল জঞ্জাল পরিষ্কার করা এবং গবাদিপশুকে মাঠে চড়াতে নিয়ে যাওয়া।Les feines del matí comprenen netejar i portar el bestiar a l'aire lliure.
20সকালের গৃহস্থালীর কাজ হচ্ছে আগের দিনের সকল জঞ্জাল পরিষ্কার করা এবং গবাদিপশুকে মাঠে চড়াতে নিয়ে যাওয়া।Les tasques del matí comprenen netejar i portar el bestiar a l'aire lliure.
21যার বয়স অপেক্ষাকৃত কম, সে ছাগল দেখাশোনায় সাহায্য করে এবং প্রাণীগুলোর জন্য ঘাস নিয়ে আসে।Una jove ajuda a cuidar les cabres i a portar herba als animals.
22উজ্জ্বল ব্লাউজ পড়া নারী একটি রশি দিয়ে বানানো খাটে বসে কাঁদা দিয়ে পুতুল বানাচ্ছে যা দিয়ে আগামী উৎসবে তার নাতি নাতনীরা খেলবে।Una dona amb una brusa brillant s'asseu en un bressol de corda i fa figures de fang perquè hi juguin els seus néts durant el proper festival.
23তিনি প্রকৃতির থেকে অনুপ্রেরণা লাভ করেন, তার বাহুতে যে উল্কি এবং তার ব্লাউজের উজ্জ্বল রঙ, যা তিনি প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে এঁকেছেন/পড়েছেন।S'inspira en la naturalesa, els tatuatges que porta als braços i els colors brillants de la seva brusa.
24উইলিয়াম ওয়ার্ডসওর্থের ধান কাটা নিঃসঙ্গ কৃষাণ কন্যার মত, এই মেয়েটি শস্য কাটছে।Igual que al poema “Solitary Reaper” de William Wordsworth, la dona cull sola l'arròs.
25তার উজ্জ্বল পোষাক হলুদ এক সমুদ্রের মাঝে নিজের অবস্থান তুলে ধরছে।El vestit brillant que porta destaca entre un mar de color groc.
26যখন মেয়েটির বান্ধবী তার সাথে যোগ দেয় তখন মনে হয় যেন তার পরিহিত ঐতিহ্যবাহী পোষাক এবং তার সঙ্গীর পরিহিত আধুনিক পোষাকের মাঝে এক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।Quan la seva amiga s'hi afegeix, sembla una competició entre el vestit tradicional d'una i el modern de l'altra.
27এই হলুদ মাঠে দুজনের উজ্জ্বল রঙ আরো উজ্জ্বল হয়ে উঠেছে।En tots dos casos, els colors brillen al camp groc.
28প্রচুর পরিমাণে মাছ ধরার জন্য সম্প্রদায়ের এক সাথে মাছ ধরতে আসা দেখার মত এক বিষয়Val la pena mirar la unió de la comunitat per aconseguir una captura abundant.
29একসাথে কাজ করা এবং ধরা পড়া মাছগুলো সবাইকে বিতরণ করা- তাদের কাছ থেকে শেখার আছে অনেক কিছু।L'alegria de treballar en equip i compartir la captura són un bon exemple.
30যা মাছ উঠেছে তা সবার জন্য যথেষ্টLa captura és suficient per a tothom.
31এখন বিবাহের কাল আর মেয়েরা তাদের গয়না প্রদর্শন করছে আয়না!És temporada de casament i les noies presumeixen dels seus guarniments.
32আয়না! বলত সবচেয়ে সুন্দরী কে?Mirallet, mirallet, digues qui és la més bonica?
33বল যদি আমি সুন্দরী না হইOi que em queda bé?
34এমনকি তারা তাদের পা দুটি গয়না দিয়ে ঢেকে রাখতে বাদ রাখে না।I tampoc s'obliden de les cames.
35তাদের পা রুপালী অলঙ্কারে ঢেকে আছে।Estan carregades de guarniments de plata.
36তাদের পোষাকে করা সুন্দর কারুকাজের মত রানারা যে সমস্ত রঙ বেছে নেয় তা প্রকৃতির থেকে অনুপ্রাণিত এবং বিভিন্ন রঙের মিশ্রণ।Igual que el bonic patchwork dels vestits, els colors triats pels rana formen una barreja de colors vius inspirats en la naturalesa.
37শিশুরা ভয়ডর হীন এবং কাউকে তোয়াক্কা করে না, তারা সারা গায়ে খেলা করে এবং ঘুরে বেড়ায়।Els més petits, despreocupats i tranquils, juguen i passegen pel poble.
38তাদের হাসি মূল্যবান এবং নিষ্পাপ।Porten somriures preciosos i innocents.
39ভবিষ্যৎ নির্ধারন করবে কিশোররা তাদের পূর্ব পুরুষের পথ ধরে এগিয়ে যাবে কিনা এবং তাদের সমৃদ্ধ সংস্কৃতি সংরক্ষণ করবে কিনাEl futur decidirà si els joves seguiran els passos dels seus avantpassats i conservaran la riquesa cultura.
40সকল ছবি অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।Totes les imatges s'han utilitzat amb permís.
41ভয়েস অফ থারুস নামক ব্লগে এই প্রবন্ধের কে সংস্কার প্রকাশিত হয়েছিল।Es va publicar una versió de la història al blog de Voice of Tharus.