Sentence alignment for gv-ben-20140211-41761.xml (html) - gv-cat-20140211-8086.xml (html)

#bencat
1বোমা বিস্ফোরণের পর লেবাননে বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করছে “আমি বেঁচে আছি” অ্যাপ
2লেবাননে বোমা বিস্ফোরণের ঘটনা নতুন না। অহরহ সেটা ঘটছে।“I Am Alive”, l'aplicació que permet als libanesos d'avisar amics i familiars després d'una explosió
3তাতে মারা যাচ্ছে অনেক মানুষ। তাই বোমা বিস্ফোরণের পর নিকটজনকে বেঁচে থাকার কথা জানাতে একটি অ্যাপ তৈরি করা হয়েছে।Els libanesos sembla que s'han avesat tant a les bombes que fins i tot ha hagut d'aparèixer una aplicació que avisa els familiars i amics que ets viu després d'una explosió.
4অ্যাপটির নাম “আমি বেঁচে আছি”।
5২৬ বছর বয়সী সান্দ্রা হাসান এটি বানিয়েছেন। সান্দ্রা হাসান লেবানিজ হলেও এখন প্যারিসে বসবাস করেন।L'app porta per nom “I Am Alive” i és fruit d'una idea de Sandra Hassan, una estudiant libanesa de vint-i-sis anys que viu a París.
6“আমি বেঁচে আছি” অ্যাপ'র স্ক্রিনশট।Captura de pantalla de l'app “I am Alive”
7এই অ্যাপটি খুব সহজে কাজ করে: বিস্ফোরণের ঘটনা যখনই ঘটবে, তখন আপনি অ্যাপ ওপেন করে ক্লিক করবেন।
8ক্লিক করা মাত্রই আপনার টুইটার থেকে #লেবানন #সর্বশেষবোমাবিস্ফোরণ হ্যাশট্যাগ-সহ “আমি এখন বেঁচে আছি” শিরোনামে একটি টুইট পোস্ট হবে।El funcionament és molt simple: cada vegada que hi ha una explosió, sols has d'obrir-la i clicar-hi. Aquesta acció envia automàticament una piulada que anuncia “Encara sóc viu!
9হাসানের এই অ্যাপ তৈরি করার পিছনের কারণ ব্যাখ্যা দিয়েছেন এনপিআর ব্লগার র‌্যাচেল মার্টিন:#Líban #ÚltimaBomba”. Parlant amb el bloguer de NPR Rachel Martin, Hassan va explicar les seves raons a l'hora de crear l'app:
10“হতাশা থেকেই এটা এসেছে। আমরা লেবাননে এমন এক পরিস্থিতির মধ্যে আছি, যেখানে এ ধরনের একটি অ্যাপ খুব দরকারি।“És una mica frustrant que, com a mínim per als qui som al Líban, visquem en una situació que faci necessària o útil una aplicació com aquesta.
11এই অ্যাপ তৈরি করে আমি আমার হতাশা প্রকাশ করেছি… পীড়াদায়ক পরিস্থিতির বিরুদ্ধে এটা একটি প্রতিবাদ, এটা একটা অসন্তোষ, যেটা আমি চাইলে প্রকাশ করতে পারি।”La meva manera d'expressar aquesta frustració va ésser publicar l'app…, una mena de crida contra la situació actual, un al·legat de descontentament si vols.”
12অ্যাপটি প্রকাশ পাবার পর নানা প্রতিক্রিয়া এসেছে।Les respostes a l'app són diverses.
13লেবাননের বিখ্যাত ব্লগার গিনো রেইডি তার ব্লগে পাঠকদের কাছে অ্যাপ নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন।Quan el famós bloguer libanès Gino Raidy de GinosBlog va preguntar a la gent què en pensaven, de l'app, molts comentaris eren negatius: @GinoRaidy trist i mal fet.
14বেশিরভাগ পাঠকের উত্তর ছিল নেতিবাচক:Hi ha moltes maneres fer de protestar i demostrar que ets viu
15@GinoRaidy, লজ্জাকর এবং খুব জঘন্য ভাবে করা।- Uberstreet (@NourKhoury) 25 de gener de 2014
16প্রতিবাদের আরো অনেক উপায় আছে।@GinoRaidy humor negre?
17প্রিয় স্বদেশ, তুমি দীর্ঘজীবী হও।- Lama Miri (@LamaMiri) 25 de gener de 2014
18@GinoRaidy, এটা কি হাস্যকর নয়?@GinoRaidy no m'agrada.
19@GinoRaidy,আমার এটা পছন্দ হয়নি।És com dir-nos que mai no estarem segurs
20যাদের এটা পছন্দ হয়েছে, তারা আমাদের বলতে চায়, আমরা কখনোই নিরাপদ নই।- Mona (@MonaaSalemm) 25 de gener de 2014 El bloguer tecnològic Erik Neu de Mondegreen II va compartir això:
21মন্ডেগ্রিন ২ এর তথ্যপ্রযুক্তি বিষয়ক ব্লগার এরিক নেউ তার অনুভূতি শেয়ার করেছেন।Aquesta hauria d'ésser l'app més trista de totes: http://t.co/S8J9QnKZc0 #Lebanon #LatestBombing
22এটা সবচে' বিষাদময় অ্যাপ।- Erik Neu (@ErikNeu) 3 de febrer de 2014
23তবে পিএসএফকে ব্লগের ব্লগার রস ব্রুক অ্যাপটির ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেছেন:Amb tot, el bloguer de PSFK Ross Brooks tenia una visió més positiva sobre què representa:
24“বোমা বিস্ফোরণের পরপরই আত্মীয়স্বজনকে ফোন করে অবস্থার কথা জানাতে মোবাইল ফোনের নেটওয়ার্ক ব্যস্ত হয়ে পড়ে। সেসময়ে ইন্টারনেট প্রোভাইডারদের মাধ্যমে বার্তা পাঠানো অন্যতম বিকল্প হতে পারে।”“En una època en què les xarxes de telefonia mòbil es col·lapsen amb trucades de familiars, internet ofereix una alternativa més bona a l'hora d'assegurar-se que el teu missatge arriba.”