# | ben | cat |
---|
1 | # টুইটারএনকাতালা উস্কে দিয়েছে আনন্দ ও ঘৃণার টুইট | El #twitterencatalà provoca tuits d’alegria, i també d’odi |
2 | উল্লেখ্য: কাতালান-ভাষায় #টুইটারইনকাতালান হ্যাশট্যাগ হলো #টুইটারএনকাতালা | Imatge promocional de #twitterencatala. Font: www.rogercasero.cat www.rogercasero.cat |
3 | ৬ই জুলাই, ২০১২ তারিখে কাতালান-ভাষী হাজার হাজার নেটনাগরিক উদযাপন করছে এজন্যে যে অবশেষে টুইটার তাদের ভাষায় কথা বলছে। | Avui, 6 de Juliol de 2012, milers internautes catalans celebren que Twitter ja parla la seua llengua. |
4 | স্পেনে হ্যাশট্যাগ #টুইটারএনকাতালা দ্রুত আলোচিত বিষয় হয়ে ওঠে এবং ডাটা'এন'প্রেস একাউন্ট কাতালানে পরিবর্তন করা ব্যবহারকারীদের সংখ্যা নিরীক্ষণ করার জন্যে টুইটারএনকাতালা. অর্গ চালু করে। | L'etiqueta #twitterencatalà ha esdevingut ràpidament trending topic a Espanya , i Data'n'Press ha posat en marxa el web twitterencatala.org, on un gràfic mostra el nombre d'usuaris que estan canviant l'opció de llengua a la configuració del seu compte. |
5 | প্রথম ২৪ ঘন্টার মধ্যে দশ হাজারের বেশি এটা ব্যবহৃত হয়েছে। | En menys de 24 hores, ja s'hi han sumat més de 10.000 persones. |
6 | অনেক টুইটার ব্যবহারকারী ওয়েবসাইটটির নতুন ভাষা সংস্করণে আনন্দ প্রকাশ করলেও অনেকে এই ঘোষণায় কাতালান ভাষা এবং জনগণ সম্পর্কে অশ্রদ্ধাজনক মন্তব্য করে টুইট করে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। | Es poden llegir a la xarxa moltes piulades d'alegria anunciant el canvi d'opció lingüística, però també molts, massa, tuits d'odi amb comentaris despectius cap a la llengua catalana i els catalans. |
7 | একটি ইতিবাচক দিক হলো কাতালান টুইটারের জন্যে গণআবেদনটি সংগঠিত করার জন্যে অনেকে সরাসরি আলবের্ত কুয়েস্তাকে এবং সেইসাথে যারা এতে স্বাক্ষর করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন: #টুইটারএনকাতালা প্রবর্তনের ছবি। | Molts tuitaires expressen el seu agraïment a Albert Cuesta, impulsor de la petició pública de Twitter en català, i als participants en la petició i la traducció col·lectiva: |
8 | উৎস: www.rogercasero.cat @ক্সোলানিউবো: আজ আমরা @আলবের্তোকুয়েস্তা'কে অভিবাদন জানাই তার সংকল্প এবং আমাদেরকে #টুইটারএনকাতালা এনে দেয়ার জন্যে, ধন্যবাদ! | @csolaniubo Avui és el dia que hem de felicitar l' @albertcuesta per ser tant tossut i fer que entre tots hàgim aconseguit el #twitterencatala Gràcies! |
9 | @হোরদিপা: পিটিশনে স্বাক্ষর দেয়া আমার ৭,৩৮৩জন #এফএফ এবং ৫,০০০ স্বেচ্ছাসেবী #টুইটারএনকাতালা অনুবাদক <ধন্যবাদ @আলবের্তোকুয়েস্তা! | @jordiipa El meu #FF és per als 7.383 signants de la petició i els 5.000 voluntaris que han traduït #twitterencatala < i el meu x @albertcuesta grcs! |
10 | ক্যাটালোনিয়ার বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে কাতালান পরিচয়ের বিজয় হিসেবে কাতালান টুইটার চালুকে উদযাপন করার জন্যে প্রচুর টুইট করা হয়েছিল: | A més, abunden els tuits que vinculen el llançament de Tuiter en català amb la identitat i la situació política catalana: |
11 | @সনরিসাদেকলর: আমি #কাতালান ভাষায় টুইটার থাকা পছন্দ করি। | @sonrisadecolor M'encanta tenir el #Twitter de l'ordinador en #català. |
12 | খুব শীঘ্রই আমরা #ক্যাটালোনিয়ারজন্যেস্বাধীনতা লাভ করবো! | Només una mica més i ja tindrem la #IndepedènciaperCatalunya! |
13 | #টুইটারএনকাতালা | #twitterencatala |
14 | @কুইমতোরা: #টুইটারএনকাতালা'র অনুভূতি ঠিক স্বাধীনতার ইচ্ছের মতো: আমরা অবাক হই সবসময় কেন এমন হয় না। | @quimtorra Això del #twitterencatala és com ens passarà l'endemà de la independència: semblarà mentida que no hagués estat sempre així. |
15 | এতসব বলা হলেও কাতালান টুইটারের প্রবর্তন আবার ক্ষোভের অনেক ক্ষেত্রে কাতালান ভাষা এবং জনগণের প্রতি বর্ণবিদ্বেষের ঝড় এবং বিপরীতক্রমে শ্লেষ তীব্র ব্যাঙ্গাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে:: | El llançament de Tuiter en català, però, ha provocat ràpidament comentaris despectius en espanyol cap a la llengua catalana i els catalans, així com respostes als mateixos. En destaquem alguns: |
16 | @জাভিকোন্দে: #টুইটারএনকাতালার পিছনের জনগণ স্পেনের বিভক্তি চায়। | @xaviconde [es] Los que están detrás de #twitterencatala quieren partir España. |
17 | অবশ্যই গোসল না করতে দেয়া ছাড়াও। | Además de ducharse poco, claro. |
18 | @জুয়াঞ্জো _আর_জি: #টুইটারএনকাতালা মারাত্মক! আমাদের এখন আর শুধু পানোচো, বাবলে, আন্দালুসিয়ান এবং প্রাচীন ল্যাটিন (টুইটার) দরকার। | @juanjo_R_G [es] #twitterencatala Eso, eso, y yo quiero la versión en panocho, bable, andaluz y latín antiguo. |
19 | @সোমোস লোস লোকোস: টুইটারকে ফলের বাগানের মতো মনে হবে, সবাই এমনভাবে কথা বলছে যেন তাদের মুখে একটা করে শালগম রয়েছে। | @somosloslocos [es] Ahora Twitter parecerá un huerto, todos hablando como si tuvieran un nabo en la boca. |
20 | #টুইটারএনকাতালা | #twitterencatala |
21 | @মাপুমো২১: স্প্যানিশদের উন্মত্ততা আমার কাতালান ভাষায় কথা বলা, লেখা এবং চিন্তা করার ইচ্ছের সঙ্গে সরাসরি সমানুপাতিক! | @mapumo21 La ràbia dels espanyols és directament proporcional a les meues ganes de parlar, escriure i pensar en català! |
22 | #টুইটারএনকাতালা #আদেউস্পানিয়া (#বিদায়স্পেন) | #twitterencatala #adeuespanya |
23 | @এল_বোকাযাস: কাতালানদের #টুইটারএনকাতালা থাকা আমার কাছে অনেকটা রুশদের #রুশটুইটার অথবা ফরাসীদের #ফরাসিটুইটার থাকার মতো মনে হচ্ছে | @el_bocazas [es] Que los catalanes tengan #twitterencatala m parece tan reprobable como que los rusos tengan #twitterenruso o los franceses #twitterenfrancés |
24 | @মল্টলাতাদোল: #টুইটারএনকাতালা সবাই অস্ত্র উঁচিয়ে আছে, কিন্তু আমি শুধু ঈর্ষান্বিত। | @Maltlatadol [es] tt #twitterencatala y la peña rajando. Jajajajaja maldita envidia. |
25 | শুধু এটুকুই যে আমাদের এখনো #টুইটেরেঙ্গালেগো (#গ্যালিসিয়ানটুইটার) নেই। | A min só me molesta que non hai #twitterengalego |
26 | ইন্টারনেটে কাতালানবিরোধী বর্ণবিদ্বেষের সমালোচনা করার জন্যে নিবেদিত ওয়েবসাইট আপুন্তে. | La página web Apuntem.cat, dedicada a denunciar la catalanofòbia online, recull els tuits més violents [es]: |
27 | ক্যাট খুব হিংস্র কিছু টুইট সংগ্রহ করেছে (উল্লেখ্য: স্প্যানিশ ভাষায় কাতালানদের কলংক আরোপ করতে “ক্যাটালুফো” ব্যবহৃত হয়): | |
28 | @আদ্রিয়ানভিক০৪: কাতালান, আমি কামনা করি তোমাদের নিকৃষ্ট অসুস্থতা ও দুর্দশা, এবং মৃত্যু যেন সারাজীবন তোমাদের তাড়িয়ে বেড়ায়, আপনি স্পেনের যৌন বিষ্ঠা। | |
29 | @মানুয়েলরড্রিগে১: শুনুন, এখন তারা #টুইটারএনকাতালা প্রত্যাশী, কবে এই বিষ্ঠার টুকরো বিচ্ছিন্নতাবাদী ক্যাটালুফোগুলো ক্ষান্ত দিবে? | |
30 | একেবারে জঘন্য এরা @এন্ডার৮৯জেজিজে: আমার কাছে এই ক্যাটালুফোগুলো জঘন্য লাগে। | Tuits anticatalans recollits per Apuntem.cat amb l'etiqueta #twitterencatalà |
31 | আমরা কী এদের একেবারে নিঃশ্চিহ্ন করে দিতে পারি না? কাতালান-বিরোধী টুইটগুলো নেটনাগরিকদের সাংঘাতিকভাবে উদ্বিগ্ন করেছে। | Els tuits anticatalans amb contingut violent fa un temps que preocupen els internautes catalans. |
32 | এই বিবৃতিগুলো “ঘৃণার বীজ বহণ করে” [কাতালান] বলে বাক স্বাধীনতা হিসেবে এদের সুরক্ষা দেয়া উচিৎ নয় - এই যুক্তিতে দেখিয়ে ইউরোপীয় সাংসদ র্যামন ত্রেমোসা এসব উদ্বেগ ইউরোপীয় কমিশনের সামনে উপস্থাপন করেছেন। | L'eurodiputat Ramon Tremosa [en] ha adreçat una pregunta a la Comissió Europea sobre aquesta qüestió, argumentant que tuits d'aquesta naturalesa no poden ser protegits per la llibertat d'expressió perquè “porten la llavor de l'odi”. |
33 | আগামীকালকেই একটি গণভোট অনুষ্ঠিত হলে ৫১% এর বেশি কাতালান নির্বাচকমণ্ডলী স্বাধীনতার পক্ষে ভোট দিবেন - সেন্টার দে'স্তুদিস দ'পিনিঅ'র সর্বশেষ গণমত বিচারে [কাতালান] এটা জোরালোভাবে প্রতিভাত হওয়ার এক সপ্তাহেরও কম সময় পরে কাতালান টুইটার চালু করা হয়েছে। | El llançament de Twitter en català arriba poc més d'una setmana després de la publicació de l'última enquesta del Centre d'Estudis d'Opinió, que assenyala que més d'un 51% dels catalans votaria a favor de la independència de Catalunya si demà mateix es féra un referèndum. |