Sentence alignment for gv-ben-20121107-32533.xml (html) - gv-cat-20121026-2916.xml (html)

#bencat
1পর্তুগীজ সংসদ অবরোধ: “এটা আমাদের বাজেট না”Setge al Parlament portuguès: “Aquest no és el nostre pressupost”
2এই পোস্টটি আমাদের সংকটে ইউরোপ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশAquesta entrada forma part de la nostra secció Europa en crisi
3গত ১৫ই অক্টোবর, ২০১২ তারিখে পর্তুগীজ সংসদ অবরোধ [পর্তুগীজ ভাষায়] সংঘটিত হয়েছে যেদিন পর্তুগীজ সরকার আনুষ্ঠানিকভাবে ২০১৩ সালের রাস্ট্রীয় বাজেট [পর্তুগীজ ভাষায়] সংসদের সভাপতির কাছে পেশ করেছে।El 15 d'octubre de 2012 va tenir lloc un setge al Parlament portuguès [pt], el mateix dia en que el govern va presentar oficialment el pressupost estatal de 2013 [pt] al President del Parlament.
4৩১শে অক্টোবর তারিখে ভোটে প্রদেয় খসড়া প্রস্তাবটিতে স্বাস্থ্য (-১৭%) এবং শিক্ষার (-১৪. ৫%) মতো সরকারী পরিষেবাখাতে ছড়িয়ে পড়েছে ক্রমবর্ধমান কৃচ্ছসাধন এবং ব্যয়কর্তন যা জনগণকে অবশ্যম্ভাবীভাবেই আরো বেকারত্ব [পর্তুগীজ ভাষায়] এবং দারিদ্র্যের দিকে নিয়ে যাবে।La proposta de projecte, que s'espera se someta a votació el 31 d'octubre, revela una creixent austeritat i retallades al sector públic com ara la salut (-17 %) i l'educació (-14.5 %), la cual cosa condueix a més atur [pt] i a l'empobriment de la població.
5টুইটার, ফেসবুক ও ব্লগে অনেকেই টিভিতে কভারেজের অভাব দেখে অবাক হয়েছেন [পর্তুগীজ ভাষায়] এবং সাও বেন্তো প্রাসাদের (প্রজাতন্ত্রের সংসদীয় আবাসস্থল) সামনে বিক্ষোভ সম্পর্কে পক্ষপাতদুষ্ট ও উত্তেজনাকর সংবাদের সমালোচনা করেছেন [পর্তুগীজ ভাষায়].A Tuiter, a Facebook i als blocs a molts els va sorprendre [pt] la falta de cobertura en televisió i van criticar [pt] les notícies partidistes i sensacionalistes sobre la manifestació que va tenir lloc davant el Palau São Bento (seu de l'Assemblea de la República).
6এদিকে নাগরিকরা সংবাদটি তৈরী করেছে তাদের নিজেদের মিডিয়া ব্যবহার করে ঘটনাগুলোর সরাসরি (সংবাদ) প্রবাহ এবং হ্যাশট্যাগ #ওই১৩ (“ওরসামেন্তো দে এস্তাদো ২০১৩” অর্থাৎ ২০১৩ সালের রাজ্য বাজেট থেকে) দিয়ে টুইট করার মাধ্যমে।Mentrestant, els ciutadans feren la notícia amb els seus propis mitjans, retransmetent en directe els esdeveniments i tuitejant amb el hashtag #OE13 (de “Orçamento de Estado 2013″, Pressupost Estatal de 2013).
7ইউটিউবে মিনিস্তারিও দা ভেররদাদে (সত্য সম্পর্কিত মন্ত্রণালয়) কর্তৃক প্রকাশিত একটি ভিডিও অপরাহ্ন ৬টায় শুরু হওয়া অবরোধটির একটি সারসংক্ষেপ প্রদান করেছে:Un vídeo del Ministério da Verdade (Ministeri de la Veritat) a Youtube resumeix el setge, que va començar a les 6 de la vesprada:
8“নতুন একটি বাজেট ঘোষণার পর সরকারের পদত্যাগ দাবি করে কয়েক হাজার লোক পর্তুগীজ সংসদের সামনে জড়ো হয়েছে।”“Diversos milers de persones es reuneixen davant el Parlament portuguès per exigir la dimissió del govern després de l'anunci d'un nou pressupost”.
9জেভিয়ার মালাফোসে'র তোলা ছবি, সর্বস্বত্ত্ব ডেমোটিক্স (১৫/১০/২০১২)Foto de Xavier Malafosse, drets d'autor Demotix (15/10/2012)
10হোয়াও পাওলো পেদ্রোসা প্রাসা স্টিফেনস ব্লগে সংসদের সামনে তার দেখা “শান্তিপূর্ণ তরুণ জনগণ” সম্পর্কে তার ধারণা ব্যক্ত করেছেন:João Paulo Pedrosa, al blog Praça Stephens, escriu [pt] les seves impressions sobre els “joves pacífics” que es va trobar davant el Parlament:
11যৌবনের দ্বারপ্রান্তের এরা এখন বর্তমান দুঃসহ সময়, বেকারত্ব, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা আর সর্বোপরি ভবিষ্যতের ভয়ের দ্বারপ্রান্তে এবং তাদেরকেই আমাদের সবাইকে উত্তর খুঁজে পেতে সাহায্য করতে হবে।No obstant això, són els que sobreviuen amb prou feines, sobreviuen tot i les dificultats del moment, atur, precarietat, la incertesa del present i, sobretot, la por pel futur i és per ells que tothom ha d'ajudar a buscar respostes.
12তবে সেখানে স্থাপিত খাদ্য ও পানীয়ের ছোট্ট একটি স্টলে সমানাধিকারবাদের সামাজিক কল্পরাজ্য (ইউটোপিয়া) স্পষ্টভাবে দৃশ্যমান, যা দুর্ভাগ্যবশতঃ আমাদের নিষ্ঠুর ও ক্ষমাহীন সময়ের অংশ নয়।Tanmateix, trobem certa utopia d'igualitarisme, ben expressada a la petita parada de menjar i beguda que estava allà instal·lada, que desafortunadament no forma part del nostre temps cruel i inexorable.
13সুতরাং আমরা একটি ভয়ানক সময়ে বসবাস করি, খুব খারাপভাবে সেটা আমাদেরই।Vivim, doncs, un temps espantós, quina pena que sigui nostre.
14আজকে সুখের চেয়েও বাশি কিছু, সেই জাদুকরী শব্দটি (যার নাম) আশা।Avui, més que felicitat la paraula màgica és esperança.
15“পর্তুগীজ সরকারের নতুন করে চালু করা কৃচ্ছসাধনের বিরুদ্ধে বিক্ষোভের জন্যে পর্তুগীজ সংসদের সামনে জড়ো হওয়া হাজার হাজার মানুষের একজন ব্যাঙ্গাত্মক ‘পিনোকিও' নাক পরে আছেন।”“Un home porta posat un nas fals de ‘Pinotxo' mentre milers de persones es reuneixen davant el Parlamente portuguès per manifestar-se contra les mesures d'austeritat aprobades pel govern portuguès”.
16ভায়োলেটা মোউরা'র তোলা ছবি, সর্বস্বত্ত্ব ডেমোটিক্স (১৫/১০/২০১২)Foto de Violeta Moura, drets d'autor Demotix (15/10/2012)
17“আমার চাকুরীর সর্বনাশ করবেন না।”“No es carreguin el meu treball”.
18জেভিয়ার মালাফোসে'র তোলা ছবি, সর্বস্বত্ত্ব ডেমোটিক্স (১৫/১০/২০১২)Foto de Xavier Malafosse, drets d'autor Demotix (15/10/2012)
19ভিমিওতে প্রকাশিত আন্দ্রে মাতোস কার্দোসসের অন্য একটি ভিডিওতে বিক্ষোভকারীদের “একতাবদ্ধ মানুষ কখনো পরাজিত হয় না” এধরনের স্লোগান উচ্চারণ করতে শোনা যাচ্ছে:En altre vídeo de André Matos Cardoso en Vimeo, s'escolta als manifestants cridar consignes com ara “el poble unit mai serà vençut”:
20“পর্তুগীজ সরকারের নতুন করে প্রবর্তিত কৃচ্ছসাধন ব্যবস্থার বিরুদ্ধে পর্তুগীজ সংসদের বাইরে প্রতিবাদরত কয়েক হাজারের মধ্যে নগ্ন বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাচ্ছে।”“Manifestants nus protesten entre milers de persones que es reuniren davant el Parlament portuguès per queixar-se de les noves mesures d'austeritat aprobades pel govern portuguès “.
21ভায়োলেটা মোউরা'র তোলা ছবি, সর্বস্বত্ত্ব ডেমোটিক্স (১৫/১০/২০১২)Foto de Violeta Moura, drets d'autor Demotix (15/10/2012)
22“পর্তুগালের অর্থনৈতিক এবং আর্থিক সংকট কমিয়ে আনার পরিকল্পিত পদক্ষেপ হিসেবে সরকার আরোপিত কৃচ্ছসাধন নিয়ে বিক্ষোভ প্রদর্শনকালে সংসদ ভবনের সামনে একটি আগুণ জ্বলার সময় দাঙ্গা পুলিশ বিক্ষোভ পর্যবেক্ষণ করছে।”“Els antidisturbis controlen les protestes mentre es crema una foguera davant el Parlament i els manifestants prenen el lloc a causa de les mesures d'austeritat aprobades pel govern per atenuar els efectes de la crisi econòmica i financera de Portugal”.
23হোয়াও কায়েতানো'র তোলা ছবি, সর্বস্বত্ত্ব ডেমোটিক্স (১৫/১০/২০১২)Foto de João Caetano, drets d'autor Demotix (15/10/2012)
24দার্শনিক এবং গবেষক পোর্ফিরিও সিলভা তার মাশিনা স্পেকুলাত্রিক্স ব্লগে ব্যাখ্যা দিয়েছেন তিনি কেন সংসদ অবরোধের ধারণার বিরুদ্ধে:El filòsof i investigador Porfírio Silva explica, al seu blog Machina Speculatrix, perquè està en contra de la idea del setge al parlament:
25আপনারা সত্যিকার অর্থে সৃষ্টিশীল হতে চাইলে একটি বিকল্প বাজেটের জন্যে একটি বিকল্প সংসদ তৈরী করুন।Si voleu ser enginyosos de debò, feu un parlament alternatiu per a un pressupost alternatiu.
26সরকারের প্রস্তাবনাটি নিয়ে (যদি থাকে) নির্দিষ্ট সংশোধনী আলোচনা করে সেগুলো অনুমোদন দিন, আর নাগরিকদের মধ্যে আলোচনা শুরু করিয়ে দেয়ার জন্যে আমাদেরকে ফলাফল জানান।Agafeu la proposta del govern (si n'hi ha cap), debatiu les esmenes específiques i aprobeu-les, feu-nos saber el resultat per alimentar el debat entre els ciutadans.
27আমি কথা দিচ্ছি যে আমি এমনকি “বিকল্প সংসদ”-এর “প্রতিনিধিত্ব”-এর প্রমাণপত্রাদিও বিশ্লেষণ করবো না: আমি শুধু “জনগণ”-এর বাজেটের নিজ যোগ্যতা পরীক্ষা করবো।Promet que ni tansols analitzaré les credencials “representatives” d'aquest “parlament alternatiu”: només examinaré el pressupost “popular” que surti de tot això, pels seus propis mèrits.
28১৫ই অক্টোবরের (প্রায় ৪,৫০০ অংশগ্রহণকারীদের নিয়ে) জন্যে তৈরি ফেসবুক ইভেন্টের দেয়ালে প্রতিক্রিয়া এখনো ঢেলে পড়ছে এবং আসন্ন কর্ম পরিকল্পনার জন্যে একটি “অবরোধ সমাবেশ” আহ্বান করে ২৩শে অক্টোবরের জন্যে নতুন একটি ইভেন্ট তৈরি করা হয়েছে।Els internautes inunden amb comentaris el mur de l'esdeveniment a Facebook creat el 15 d'octubre (amb gairebé 4500 participants), i s'ha creat un nou esdeveniment pel 23 d'octubre, per organitzar una “Assemblea del setge” i determinar l'agenda de les futures accions. Aquesta entrada forma part de la nostra secció Europa en crisi