Sentence alignment for gv-ben-20120911-31131.xml (html) - gv-cat-20120913-2734.xml (html)

#bencat
1ভারতঃ গলা পর্যন্ত পানিতে অবস্থান করে প্রতিবাদ জানানোÍndia: Amb l'aigua al coll com a senyal de protesta
2ভারতের মধ্য প্রদেশ অঙ্গরাজ্যের খান্ডোয়া জেলার ঘনোঘোলগাঁও নামক গ্রামের ৫১ জন অধিবাসী নর্মাদা নদীর উপর তৈরি করা ওঁমকারেশ্বর বাঁধের কারণে সৃষ্ট জলাবদ্ধতার প্রতিবাদে সেখানে গলা পানিতে অবস্থান করে ‘জল সত্যগ্রহ' নামক এক প্রতিবাদের সূচনা করেছে।Cinquanta-un habitants del poble de Ghongalgaon al districte de Khandwa, a l'estat indi de Madhya Pradesh, han iniciat una protesta «Jal Satyagraha», que consisteix a ficar-se fins al coll a l'aigua embassada a la presa d'Omkareshwar [en] del riu Narmada.
3সত্যগ্রহ (যার মানে (সত্যের দ্বারা পরিচালিত) নামক শব্দটি মহাত্মা গান্ধীর এক আদর্শ এবং অনুশীলন, যা কিনা একই সাথে অহিংস প্রতিবাদ বা নাগরিক প্রতিবাদ হিসেবে পরিচিত।El terme satyagraha (insistència en la veritat), desenvolupat per Mahatma Gandhi és un filosofia i una pràctica particular, que també es coneix com a resistència no violenta o resistència civil.
4উষা হেজ এই প্রতিবাদ সম্বন্ধে সংবাদ প্রদান করছে:Usha Hegde va aportar la informació [en] següent sobre la protesta:
5মধ্য প্রদেশের ৫১ জন ব্যক্তি পানির মধ্যে অবস্থান করছে। তারা ওঁমকারেশ্বর বাঁধের সব কটি গেট খুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বাড়তে থাকা পানির মধ্যে অবস্থান করার সিদ্ধান্ত নেয়।Ja fa 14 dies que 51 persones romanen submergides a l'aigua a Madhya Pradesh per protestar contra la decisió del govern d'obrir totes les comportes de la presa d'Omkareshwar, que farà que els seus pobles quedin enfonsats.
6এই ঘটনার ফলে তাদের গ্রামগুলো উপচে পড়া পানিতে ডুবে যায়।Per això en demanen una compensació adequada.
7এখন তারা যথাযথ পুনর্বাসনের দাবী জানাচ্ছে। টেলস অফ নর্মাদা নামক ব্লগ সবসময় ছবি সহ এই প্রতিবাদের তাজা সংবাদ প্রদান করে যাচ্ছে।El bloc de Tales of Narmada ([en], Relats de Narmada) actualitza regularment les notícies sobre la protesta amb fotografies.
8ডন টু আর্থ নামক ব্লগও এই ঘটনার অনেক ছবি পোস্ট করেছেUn altre bloc, Down To Earth [en], també ha penjat moltes fotos.
9ভিডিওর স্ক্রিনশট, ওঁমকারেশ্বর বাঁধ প্রকল্পের কারণে উচ্ছেদকৃত নাগরিকরা প্রতিবাদ তুলে ধরছেCaptura de pantalla del vídeo que mostra la protesta dels desallotjats del projecte de la presa d'Omkareshwar.
10নর্মাদা বাঁচাও নামক সামাজিক আন্দোলন এই বিক্ষোভের আয়োজন করেছে, যা আদিবাসী, কৃষক, পরিবেশবিদ এবং মানবাধিকার কর্মীদের নিয়ে গঠিত এই আন্দোলন, নর্মাদা নদীর বাঁধ তৈরির শুরু থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে।La protesta l'ha organitzada Narmada Bachao Andolan [en], un moviment social contra les preses construïdes en el riu Narmada, en què participa gent que pertany a tribus, grangers, ecologistes i activistes dels drets humans.
11১৯৮৪ সালে নর্মাদা নদীর উপর ইন্দিরা সাগর বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয় এবং ১৯৮৫-৮৬ সালে নর্মাদা উপত্যকার বাস্তুহারা নাগরিকরা নিজদের সংগঠিত করতে শুরু করে।El projecte de la presa Indira Sagar de Narmada es va iniciar el 1984 i la gent de la vall de Narmada que seria desallotjada es va començar a organitzar el 1985-86.
12ইন্দিরা সারাবোর প্রকল্পের পরে এর নিচের দিকে ওঁমকারেশ্বর, মহেশ্বর এবং সরদার সরোবর নামক তিনটি প্রকল্প গ্রহণ করা হয়।Els projectes riu avall d'ISP són Omkareshwar, Maheshwar i el projecte de Sardar Sarovar.
13জাতীয় নাগরিক তথ্য অধিকার প্রচারণা নামক প্রতিষ্ঠানের একটি স্বাধীন কমিশন ইন্দিরা সাগর বাঁধ -এর পুনর্বাসনের বিষয়ে তদন্ত করেছে। একটি রিপোর্টে জানা যায় যে এই ঘটনায় ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং ইন্দিরা সাগর পরিয়োজনা নামক পুনর্বাসন ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে মধ্য প্রদেশ সরকার সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে নর্মাদা উপত্যাকার বাসিন্দাদের প্রতি অন্যায় করেছে।Una comissió independent creada per la Campanya Nacional per als Drets de la gent a la Informació, per tal d'investigar la rehabilitació de la presa Indira Sagar, troba en una notícia [en], «… que quests grans abusos contra els drets humans han tingut lloc i que el Govern de Madhya Pradesh, amb la construcció de la presa Indira Sagar Pariyojana, ha comès injustícies indefensables a nivell social, polític i econòmic sobre la gent de la vall de Narmada. »
14মধ্য প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে গুজরাটে সর্দার সরোবর নর্মাদা বাঁধের পানি উপচে পড়েছে।La presa Sardar Sarovar Narmada es desborda a Gujarat a causa de les fortes pluges a Madhya Pradesh.
15ভিডিও আপলোড করেছে দেশ গুজরাট।Vídeo pujat per Desh Gujarat
16সম্প্রতি আদালত আদেশ প্রদান করে যে ওঁমকারেশ্বর এবং ইন্দিরা সাগর বাঁধের কারণে যারা বাস্তুহারা হয়েছে তাদের-হারানো জমি সাপেক্ষে কমপক্ষে দুই হেক্টর করে জমি প্রদান করতে হবে।Segons un un ordre judicial recent [en], les persones que faran fora de la presa Omkareshwar i de la d'Indira Sagar tenen dret a que se'ls restitueixi la seva terra amb una altra d'almenys dues hectàrees.
17স্থানীয় এক সংবাদপত্র সংবাদ প্রদান করেছে যে হাজার হাজার নাগরিককে উদ্বাস্তু করা সত্ত্বেও তাদেরকে এখনো পুনর্বাসিত করা হয়নি। মধ্য প্রদেশ সরকার বাঁধে পানি প্রবাহের উচ্চতা চার মিটার বাড়িয়ে সেটিকে ১৮৯ মিটার থেকে ১৯৩ মিটারে পরিণত করেছে।Alguns diaris locals informen [en] que tot i que a milers d'aquestes persones encara no se'ls ha donat un lloc per viure, el govern de Madhya Pradesh permet que el nivell de l'aigua de la presa pugi 4 metres, de 189 a 193 metres [en].
18আর এর ফলে ক্রমশ বাড়তে থাকা পানি বেশ কিছু গ্রাম ভাসিয়ে নিয়ে যায়।Això suposaria que diversos pobles escampats per aquestes terres quedessin submergits [en].
19ওঁমকারেশ্বর বাঁধের পানি প্রবাহের স্তর যাতে ১৮৯ মিটারে নামিয়ে আনা হয় তার জন্য ঘনোঘোলগাঁও -এর আক্রান্ত ৫১ জন অধিবাসী ১৬ জুলাই তারিখে জল সত্য গ্রহ নামের একটি আন্দোলন শুরু করে।51 persones afectades [en] van iniciar una protesta Jal satyagraha a Ghoghalgaon el 16 de juliol perquè fessin baixar el nivell de l'aigua a la presa Omkareshwar a 189 metres.
20তাদের দাবী হচ্ছে আক্রান্ত সকল অধিবাসীকে ভূমির বদলে ভূমি এবং পুনর্বাসনের অন্য সব সুবিধা প্রদান করতে হবে।Denuncien que caldria proporcionar una terra a les persones afectades en contrapartida de la que han perdut, entre d'altres beneficis de restitució.
21নীচের এই ভিডিও প্রতিবাদের দশম দিনে ধারণ করা হয়, যাতে ওঁমকারেশ্বর বাঁধের কারণে উচ্ছেদ হয়ে যাওয়া নাগরিকদের প্রতিবাদের দৃশ্য তুলে ধরা হয়েছে:El vídeo que hi ha a continuació es va enregistrar el desè dia de la protesta dels desallotjats de la presa de Omkareshwar:
22এখানে টুইটারের কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল:Aquestes són algunes de les reaccions que hi van haver a Twitter:
23@ডিবান্ডি: ওঁমকারেশ্বর বাঁধের কারণে যারা বাস্তুহারা, তাদের একবারে খাদের কিনারে নিয়ে যাওয়া হয়েছে… http://t.co/mWykJZLb@Dibundy:Han fet que les persones desplaçades per la presa d'Omkareshwar estiguin al caire de la bogeria… http://t.co/mWykJZLb
24@জেমেউইলস: ৩ সেপ্টেম্বর তারিখে ওঁমকারেশ্বর বাঁধের পানি বৃদ্ধি পেয়ে প্রায় মানুষের গলা পর্যন্ত এসে ঠেকেছে…http://t.co/nbHBfbwX@jamewils: L'aigua cada cop més alta de la presa d'Omkareshwar ben bé tocava la barbeta dels protestants el 3 de setembre. http://t.co/nbHBfbwX
25@ হ্যারিয়েটল্যাম্বএফটি: এত বছর পার হয়ে গেছে, এখনো নর্মাদা নিয়ে একটিভিস্টরা লড়াই করে যাচ্ছে।@HarrietLambFT: so many years later narmada activists still fighting on.
26আরটি@এইচটিটুইট: নর্মাদায় পানি মানুষের গলা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। http://t.co/5kpbdog5RT@httweets:Neck deep in Narmada http://t.co/5kpbdog5
27@বাবাইয়েসুদাস:এই রকম পরিস্থিতিতে যখন পুনর্বাসনের বিষয়টি প্রত্যাখান করা হয়, তখন তা সরকার নয়, সেটা হয়ে দাঁড়ায় গুণ্ডাদের রাজত্ব। http://t.co/Oinj4c3O@babayesudas: Els que refusen una indemnització en aquestes circumstàncies, no es poden denominar Govern, sinó Goonda Raj. http://t.co/Oinj4c3O
28এই বিষয়ে যথেষ্ট সংবাদ প্রদান না করার জন্য বেদ প্রকাশ সিংহ প্রচার মাধ্যমকে অভিযুক্ত করেন :Ved Prakash Singh acusa els mitjans de comunicació de no fer-hi prou:
29@বেদফরগুটুক:এই ছবিটি দেখুন এবং পুনরায় টুইট করুন।@vedforgutuk: Mireu aquesta foto i RT.
30বিগত ১৩ দিন ধরে নাগরিকরা গলা সমান পানিতে অবস্থান করে আছে।La gent dins del riu Narmada des de fa 13 dies.
31আর #প্রচার মাধ্যম কি করছে। http://t.co/vf6V5Hh1Què fan els #mitjans de comunicació. http://t.co/vf6V5Hh1
32এশিয়ান হিউম্যান রাইট কমিশন (এএইচআরসি)-এর একটি দরখাস্তে আপনি স্বাক্ষর করতে পারেন যেখানে মধ্য প্রদেশের ওঁমকারেশ্বর জল বিদ্যুৎ প্রকল্পের কারণে উচ্ছেদকৃত ব্যক্তিদের জন্য গ্রহণযোগ্য পুনর্বাসনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা আহ্বান জানানো হয়েছে।Podeu signar per a presentar una apel·lació [en] a la Comissió Asiàtica per als Drets Humans (AHRC) demanant que s'actuï immediatament per reallotjar els desplaçats pel projecte hidroelèctric Omkareshwar de Madhya Pradesh.
33আপডেট:সাম্প্রতিক এক সংবাদ অনুসারে মধ্য প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে ওঁমকারেশ্বর এবং খান্ডোয়া এলাকায় নর্মাদা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।Actualització: Segons les notícies més recents les intenses pluges pel territori de Madhya Pradesh han fet que el riu Narmada corri per sobre del nivell de risc a Omkareshwar i Khandwa.
34পানি প্রবাহের স্তর ঠিক রাখার জন্য সরকার ওঁমকারেশ্বর বাঁধের সব কটি গেট খুলে দিয়েছে, যার অর্থ হচ্ছে খান্ডোয়া জেলার ৩০ টি গ্রামে বিপদ আরো বাড়লো, যে সমস্ত গ্রাম ইতোমধ্যে বন্যার পানিতে ডুবে আছে।El Govern ha obert totes les comportes de la presa per a mantenir el nivell d'aigua estable, cosa que significa més problemes per a 30 pobles del districte de Khandwa que ja han quedat submergits.