# | ben | cat |
---|
1 | উইকিটংসঃ আপনার ভাষার নথি তৈরি করুন | Wikitongues: documenta la teva llengua |
2 | উইকিটংস ডট অরগ থেকে নেওয়া স্ক্রিনশট (১১-০৩-১৪) | Captura de pantalla de wikitongues.org (11/03/14). |
3 | বিশ্বের ৭,০০০ ভাষার নথি তৈরির প্রত্যাশী একটি নতুন প্রকল্প হচ্ছে উইকিটংস। | Wikitongues és un projecte nou que aspira a documentar les 7.000 llengües del món. |
4 | প্রকল্পটি প্রত্যেক ব্যক্তিকে তাদের নিজস্ব ভাষায় ভিডিওটিতে কথা বলে অবদান রাখার আহ্বান জানিয়েছে - হোক তা জার্মান, উর্দু, সোয়াহিলি, বা অন্য যে কোন ভাষায়। | El projecte s'organitza mitjançant un compte a YouTube i demana a tothom que hi contribueixi amb vídeos d'ells mateixos parlant la seva llengua, ja sigui alemany, urdú, suahili o qualsevol altra. |
5 | অধিকাংশ ক্ষেত্রে এটি তাঁদের ইউটিউব অ্যাকাউন্টের মাধ্যমে করে থাকে। | Ara per ara, Wikitongues està construint una plataforma en què tothom pugui pujar vídeos, de tal manera que sigui un proveïment participatiu i sense ànim de lucre. |
6 | এই প্রকল্পটির সাথে জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি একটি অলাভজনক হিসেবে তৈরি করতে উইকিটংস বর্তমানে একটি প্ল্যাটফর্ম নির্মাণ করেছে, যেখানে যে কেউ তাদের নিজস্ব তৈরিকৃত ভিডিও আপলোড করতে পারবেন। | |
7 | চলতি বছরের শেষ নাগাদ তারা বর্তমানের ৫০ টি ভিডিওর স্থলে ১০০ টি ভিডিও পাবেন বলে আশাবাদি। | S'espera que cap al final de l'any el nombre de vídeos augmenti de 50 a 100. |
8 | সহজলভ্য তথ্যের জন্য একটি ডাটাবেস তৈরি করতে যারা সাহায্য করছেন তাঁদের নাম দেওয়া হয়েছে “দূত”। তাঁরা মূলত সুইজারল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে, রাশিয়া ও স্পেন ভিত্তিক স্বেচ্ছাসেবী। | La gent que ajuda a crear aquesta base de dades amb l'objectiu de fer accessible a tothom aquesta informació són voluntaris que denominem “ambaixadors”, i provenen de Suïssa, Zimbabwe, Sud-àfrica, Noruega, Rússia i Espanya. |
9 | বিভিন্ন অঞ্চল থেকে একই ভাষা ভাষী বিভিন্ন জনের কথার নথির ক্ষেত্রে সহ প্রতিষ্ঠাতা ড্যানিয়েল বগ্রে উদেল বলেছেন, তারা আশা করেন এর মাধ্যমে ভাষার একটি সাংস্কৃতিক আবেদন প্রদর্শিত হবে। | La seva tasca és documentar molta gent de regions diferents parlant la seva llengua, i s'espera que, tal com afirma el cofundador, Daniel Bogre Udell, el projecte serveixi per a demostrar la utilitat cultural de la llengua. |
10 | এখানে ইংরেজিতে একটি উদাহরণ রয়েছে। সেখানে আমেরিকার উত্তর ক্যারোলিনা থেকে একজন এবং দক্ষিণ আফ্রিকা থেকে অন্য আরেকজন কথা বলেছেনঃ | Aquí teniu un exemple en anglès amb un parlant de Carolina del Nord, als EUA, i un altre de Sud-àfrica: |
11 | সেখানে পলিগ্লটস মানুষের জন্যও একটি বিভাগ আছে, যারা একাধিক ভাষায় কথা বলেন: | També hi ha una secció per als poligots, és a dir, la gent que parla més d'una llengua: |
12 | ভিডিওতে সাধারণনত “সংখ্যালঘু” ভাষাগুলো রয়েছে, যেমন কেইচি (ডিম), যেটি মায়া ভাষার একটি উপগোষ্ঠী। | A més a més, també hi ha vídeos de llengües que denominem popularment “llengües minoritàries”, com el k'iche (quitxé), un subgrup de la llengua maia de Guatemala. |
13 | ভাষাটির উদ্ভব হয়েছে গুয়াতেমালা থেকে। তবে, গ্রুপটি তাঁদের ওয়েবসাইটে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হিসেবে ভাষাগুলোকে উল্লেখ না করার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক। | Tanmateix, a la pàgina web del grup no es fa referència a llengües majoritàries i minoritàries perquè el projecte pretén donar el mateix pes a totes les llengües, independentment del nombre total de parlants al món. |
14 | বরং, মোট কথা বলা মানুষের সংখ্যা নির্বিশেষে সবগুলোকে সমান গুরুত্ব দেবার পক্ষপাতি। | Wikitongues també tria la “llengua de la setmana” per organitzar debats al blog de Tumblr [en], amb enllaços i informació sobre cadascuna. |
15 | এছাড়াও তাদের টাম্বলার ব্লগে আলোচনা করার জন্য উইকিটংস একটি “ভাষা সপ্তাহ” ঠিক করেছে, যেখানে প্রতিটি ভাষা সম্পর্কে সুত্র এবং তথ্য থাকবে। | |
16 | সম্প্রতি, তাঁদের গুরুত্ব হচ্ছে বাস্কের উপর। | Fa poc la llengua de la setmana va ser el basc. |
17 | আপনি ইন্সটগ্রাম এবং টুইটারে প্রকল্পটি অনুসরণ করতে পারেন - এবং আপনার নিজস্ব ভিডিও শেয়ার করতে পারেন। | Podeu seguir el projecte a Instagram i a Twitter i connectar-hi per compartir-hi els vostres vídeos. |