# | ben | cat |
---|
1 | কে মার্কেল হতে চান? | Qui vol ser Merkel? |
2 | ক্লিক করুন এবং এই খরচ কমানোর উদ্যোগ খেলার আনন্দ নিন | Clica i riu amb aquest generador de mesures d'austeritat aleatòries |
3 | | “La teva mesura d'austeritat és… Tots els grecs haurien de portar xancletes amb mitjons i creure que van a la moda”. |
4 | দৈবচয়ন খরচ কমানোর উদ্যোগ খেলার স্ক্রিনশট। | Captura de pantalla del joc Random Austerity Measures (Mesures d'austeritat aleatòries). |
5 | হাসি ব্যথার জন্য শ্রেষ্ঠ ওষুধ এবং এই নতুন অনলাইন গেইমটি মাত্র কয়েক দিন আগেই এসেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এথেন্স এবং ইউরোপ জুড়ে রাজনীতির উপড় আধিপত্য বিস্তারকারী কঠোরতা পরিমাপ নিয়ে গেইমটি বিচক্ষণতার সাথে ব্যঙ্গ করছে। | Riure és la millor medicina contra el dolor, i aquest nou joc en línia, que va aparèixer tan sols fa uns dies, fa una intel·ligent parodia de les mesures d'austeritat que han dominat el panorama polític a Atenes i arreu d'Europa les darreres setmanes. |
6 | র্যানডম অস্টেরিটি মেজার জেনারেটর গেইমের দাপ্তরিক ফেইসবুক পেইজে গত ১৫ জুলাই তারিখে প্রকাশের প্রথম দিনেই ২ হাজার ২ শত টিরও বেশি সংখ্যক “লাইক” পড়েছে এবং ক্রমাগত লাইকের সংখ্যা বেড়েই চলেছে। | La pàgina oficial de Facebook del Generador de Mesures d'Austeritat Aleatòries va rebre més de 2.200 “M'agrada” durant el seu primer dia, el 15 de juliol, i continua creixent. |
7 | এই গেইমের স্রষ্টারা নিজেদের আড়ালেই রেখেছেন, তবে পাঠকদের উদ্দেশ্যে নিচের বার্তাটি জানিয়েছেনঃ | Els creadors del joc han decidit romandre en l'anonimat, però han deixat el següent missatge per als lectors: |
8 | …গেইমটি মজা করে তৈরি করা হয়েছে। | …fet per a divertir-se. |
9 | গ্রিক দ্বীপে চমৎকার এক কাপ কফি হাতে নিয়ে সঙ্কট কাঁটিয়ে উঠতে এটি গ্রীকদের সহায়তা করবে! | Ajuda els grecs a superar la crisis gaudint d'un bon cafè a les illes gregues! |
10 | অংশগ্রহণকারীদের ক্লিক করতে বলা হয়েছে, আর করলেই তাঁরা দেখতে পাবেন গ্রীক প্রধানমন্ত্রী টিসিপ্রাস, এথেন্সের সাবেক অর্থমন্ত্রী ভারোউফাকিস, এমনকি ঋণগ্রস্ত ইতালি এবং পর্তুগালকে জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এবং কঠোরতা আরোপ নিয়ে ইইউ এর সবচেয়ে বিতর্কিত প্রবক্তা জার্মান অর্থমন্ত্রী সেয়ুবলকে সন্তুষ্ট করতে আর কি কি করতে হয়েছে। | Es demana als participants que cliquin i vegin quines mesures afegides han de prendre el primer ministre grec Tsipras, l'exministre de Finances d'Atenes Varoufakis i, fins i tot, Itàlia i Portugal a causa dels seus deutes per complaure la cancellera alemanya Merkel i el defensor de l'austeritat més polèmic de la Unió Europea, el ministre de Finances alemany Schaeuble. |
11 | | Un cop dins del joc, poden fer que “Tsipras escolti Justin Bieber durant 69 hores sota els efectes de drogues dures” o fer que Itàlia “doni 11 iPhones al 4% dels nens i deixi els altres amb mòbils vells per crear gelosia i enveja”, mentre que España ha de “fer que el seu primer ministre s'aguanti dret sobre un sol peu durant 48 hores”. |
12 | খেলায় “প্রচন্ড মাদকাসক্ত অবস্থায় টিসিপ্রাসকে ৬৯ ঘন্টার জন্য জাস্টিন বিবারের গান শোনাতে” পারেন। | Una altra de les opcions força a “Varoufakis a ballar i cantar “My Anaconda” 14 cops davant de la Merkel”. |
13 | অথবা আপনি স্পেনের “প্রধানমন্ত্রীকে এক পায়ের উপড় ভর দিয়ে ৪২ ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখতে পারেন”, “ঈর্ষা ও হিংসা তৈরি করতে ইতালির শতকরা ৪ ভাগ শিশুকে ১১ টি আইফোন দিয়ে অন্যান্যদের পুরাতন মোবাইল দিয়েই সন্তুষ্ট রাখতে” পারেন। | Els autors de Global Voices van provar el joc (per motius exclusivament professionals, és clar) i van obtenir alguns resultats d'allò més divertits: La meva mesura d'#Austeritat aleatòria. |
14 | আরেকটি অপশন দিয়ে আপনি “ভারোউফাকিসকে নাচাতে এবং গাওয়াতে পারবেন মার্কেল ‘আমার এনাকন্ডাদের' ১৪ গুণের সমান। | Quina és la teva? (Text de la imatge: “La teva mesura d'austeritat és… Els grecs haurien de deixar d'utilitzar paraigües”) |
15 | গ্লোবাল ভয়েসেসের লেখক গেইমটি খেলে দেখেছেন। | http://t.co/g9yOdfiLFW #ThisIsACoup pic.twitter.com/84VeigoG8l |
16 | তবে অবশ্যই তা গবেষণার জন্য; আর এর ফলাফল ছিল মজারঃ | - Joey Ayoub جووي أيوب (@joeyayoub) 17 de juliol de 2015 |
17 | আমার দৈবচয়ন খরচ কমানোর খেলা। | Això és pura maldat! http://t.co/ZZwW9OpZqs#austeritypic.twitter.com/fYeJqDl1zR |
18 | | (Text de la imatge: “La teva mesura d'austeritat és… Grècia hauria d'emetre totes les filtracions de Joc de trons per televisió, Internet i ràdio 24 hores al dia, els set dies de la setmana, durant 4 mesos”) |
19 | আপনারটা কি? সেটা খাঁটি জঘন্য! | - Elaine R. (@Elaine_Rigas) 18 de juliol de 2015 |
20 | দৈবচয়ন খরচ কমানোর খেলার স্ক্রিনশট। | “La teva mesura d'austeritat és… Grècia hauria de treure l'all del tzatziki“. |
21 | সম্ভাব্য গ্রীক প্রতিক্রিয়াঃ “তবে এটি পিৎজা থেকে পনির বের করার মতো বিষয়!!” | Captura de pantalla del joc Random Austerity Measures. Possible resposta grega: “Però això seria com treure el formatge de la pizza!!” |
22 | ফলাফলগুলো এই খেলার একমাত্র হাস্যরসাত্মক দিক নয়। | Els resultats no són l'única cosa graciosa del joc. |
23 | ইউরোগ্রুপ গ্রীসের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সময় ইউরোজোন এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা সম্প্রতি যেসব ঘটনা ঘটিয়েছেন এবং কাজ করেছেন সেগুলো নিয়ে কিছু ব্যঙ্গাত্মক ভাষ্যও লোডিং বারে দেখা যায়। | La barra de càrrega també inclou comentaris sarcàstics sobre esdeveniments recents i accions preses pels líders de l'Eurozona i de la UE durant l'Eurogrup sobre el destí de Grècia a la corda fluixa. |
24 | এই বিষয়গুলোর মধ্যে রয়েছে “গণতন্ত্র আনয়ন”, “কিছু ব্যাংক বন্ধ করা”, “আপনার জন্য সিদ্ধান্ত”, “কিছু অভ্যুত্থান আনয়ন”, “বিভিন্ন বিষয় আলোচনা”, “গুরুতর এবং পরিচর্যা মনে হওয়া”, “ভোটের জিনিসপত্র” এবং এই লেখকের ব্যক্তিগত পছন্দঃ | Aquests inclouen “portant democràcia”, “tancant alguns bancs”, “decidint per tu”, “portant alguns cops”, “discutint coses”, “semblant seriosos i bondadosos”, “votant coses” i el favorit personal d'aquest autor: |
25 | দৈবচয়ন খরচ কমানোর খেলার স্ক্রিনশট। | “Si us plau, espera mentre… bevem ouzo amb Tsipras”. |
26 | ঋণদাতা, বেইলআউট (পতন থেকে রক্ষার জন্য একটি ব্যর্থ ব্যবসা বা অর্থনীতিতে আর্থিক সহায়তা প্রদানের একটি আইন), ‘গ্রি-এক্সিট' (ইউরোজোন থেকে গ্রিসের প্রত্যাহার) এবং কঠোরতা নিয়ে নিরাশ আলোচনার মাঝে গেইমটি হাসির মুহূর্ত খুঁজে নিতে সুযোগ করে দেয়। | Captura de pantalla del joc Random Austerity Measures. El joc ofereix l'oportunitat de trobar un moment per riure entre ombrívoles converses sobre creditors, rescats, “Grexit” i austeritat. |
27 | এটিকে একবার খেলুন এবং আমাদের জানান আপনি কি পেয়েছেন! | Prova-ho i comparteix la teva mesura d'austeritat amb nosaltres! |