Sentence alignment for gv-ben-20130704-37233.xml (html) - gv-cat-20130628-5831.xml (html)

#bencat
1ছবি: পুলিশ কাঁদানো গ্যাস আর রাবার বুলেট ছুঁড়ে রিও'র বিক্ষোভকারীদের হটিয়ে দিল
2এই পোস্ট আমাদের “ভিনেগার বিপ্লব, ব্রাজিল“এর বিশেষ কভারেজের অংশ।
3এক সপ্তাহ আগের এই দিন।[Fotos] Brasil: la policia carrega contra manifestants i vianants
4কালেন্ডারের হিসেবে তারিখটি ছিল ২০ জুন ২০১৩।Aquesta publicació és part de la nostra cobertura especial de la Revolta del Vinagre a Brasil.
5এই দিন বিকেলে ব্রাজিলে সাম্প্রতিককালের সবচেয়ে বড়ো প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়।El vespre del 20 de juny de 2013, Brasil va ser sacsejat per la major onada de protestes de la història recent del país.
6যা পুরো দেশকেই নাড়িয়ে দিয়েছে। রিও ডি জেনিরো শহরতলির মেয়র অফিসের সামনের এই প্রতিবাদ কর্মসূচী ছিল খুবই শান্তিপূর্ণ।A Rio de Janeiro, un esdeveniment que va començar amb una marxa pacífica des del centre de la ciutat fins a l'ajuntament va acabar estenent-se a altres barris i provocant enfrontaments violents entre la policia i els manifestants [pt].
7অল্প সময়েই তা মেয়রের অফিস ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আশেপাশে।D'acord amb les dades oficials, unes 300.000 persones van participar a la manifestació de Rio de Janeiro.
8তবে এই শান্তিপূর্ণ কর্মসূচী শেষ হয় পুলিশ আর বিক্ষোভকারীদের ভয়ানক সংঘর্ষের মধ্যে দিয়ে [পর্তুগিজ]।
9সরকারি হিসেবে রিও ডি জেনিরোর প্রতিবাদ কর্মসূচীতে ৩০০,০০০ মানুষ যোগ দিয়েছিলেন। এদের মধ্যে ছিলেন ব্রাজিলের ফটোগ্রাফার ক্যালে।Entre elles hi havia el fotògraf brasiler Calé [pt], que va fer un reportatge fotogràfic sobre l'ús indiscriminat de pilotes de goma, gas pebre i gas lacrimogen contra els manifestants desarmats per part de la policia militar.
10তিনি সেই দিনে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর পুলিশের নির্বিচারে রাবার বুলেট, কাঁদানো গ্যাস আর মরিচের গুঁড়া নিক্ষেপের ছবি তুলে রেখেছেন।
11গ্লোবাল ভয়েসেস অনলাইনের জন্য ক্যালের তোলা পুলিশি নির্যাতনের ছবি দেয়া হলো:El resultat d'aquest reportatge són els testimonis i les fotografies que apareixen a continuació i que Calé [pt] ha seleccionat personalment per a Global Voices Online.
12বিক্ষোভের শুরুর দিকে মেয়র অফিসের সামনে জনতা নাচছে, গাইছে। এ এক আনন্দময় মুহূর্ত।Al principi de la manifestació la gent ballava i s'ho passava bé de camí a l'ajuntament; l'alegria hi era patent.
13ছবি: ক্যালে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Foto: Calé, publicada amb el permís de l'autor
14গত রাতে আমি রিও'র বিক্ষোভ কভার করি। সেখানে আমি দেখলাম, পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে তুলে দিতে রাবার বুলেট, কাঁদানো গ্যাস নিক্ষেপ করছে।Ahir a la nit, mentre cobria les protestes a Rio, vaig veure com la policia feia servir gas lacrimogen i pilotes de goma per fer fora els manifestants del centre de la ciutat, demostrant clarament un abús de poder per part de les autoritats.
15এটা ক্ষমতার অপব্যবহারের নির্লজ্জ উদাহরণ। একদল উচ্ছশৃঙ্খল যুবক বামপন্থী সমর্থকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।Un grup violent va començar a barallar-se amb seguidors d'un partit polític d'esquerres, però la policia va trigar molt a respondre i no va arrestar ningú.
16কিন্তু পুলিশ দীর্ঘসময় ধরে তা তাকিয়ে দেখে, সংঘর্ষ থামাতে কোনো পদক্ষেপই নেয় না।
17তাদের কাউকেই গ্রেফতার করেনি। ছবি: ক্যালে।Foto: Calé, publicada amb el permís de l'autor
18অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। বিক্ষোভের বেশিরভাগ অংশই ছিল শান্তিপূর্ণ, আনন্দ-উদ্দীপনামূলক।Per a la majoria es tractava d'una concentració pacífica i alegre, amb bandes que tocaven cançons de carnaval i gent de totes les edats que mostraven banderes i pancartes amb les seves reivindicacions.
19তারা উৎসবের গান গাইতেছিল, বিক্ষোভে যোগদানকারী বিভিন্ন বয়সী সবার হাতে ছিল জাতীয় পতাকা আর দাবি-দাওয়ার পোস্টার।
20বামপন্থী রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকলে বিক্ষোভ কর্মসূচী নিয়ে সবাই বিভ্রান্ত হতে পারে ভেবে তরুণ'রা বামপন্থী সমর্থকদের সাথে বাদানুবাদে লিপ্ত হয়েছিল।
21এটা বাদে পুরো বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। একজন ব্যক্তি আহত হয়েছেন।Hi va haver incidents de menor importància, com una baralla entre seguidors d'un partit polític d'esquerres o joves que no volien que es relacionessin les protestes amb cap partit polític.
22অন্যরা তার সেবা করছে। ছবি: ক্যালে।Un home ferit durant les protestes i ajudat per altres manifestants al mig de la multitud.
23অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Foto: Calé, publicada amb el permís de l'autor
24আশ্চর্যজনকভাবে পুলিশ প্রতিক্রিয়া দেখাতে অনেক দেরি করে।
25প্রথমে তারা মাত্র তিনটি মোটরবাইক করে এসে দেখে কি হচ্ছে, সম্ভবত রিপোর্টের জন্য।
26কাউকেই তারা গ্রেফতার করেনি। এমনকি কিছু লোকের তখনও রক্ত ঝরছিল, হামলাকারীরা সামনেও ছিল।Curiosament, la policia va trigar molta estona a reaccionar i només va enviar-hi tres motos per veure què havia passat i possiblement fer-ne l'informe.
27সংঘর্ষ এড়াতে একদল বিক্ষোভকারী পুলিশের সামনে মানববন্ধন রচনা করে।No van arrestar ningú, malgrat que hi havia persones sagnant i assenyalant els perpetradors de l'atac.
28তারা বিক্ষোভ কর্মসূচীকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করে। ছবি: ক্যালে।Els manifestants van fer una cadena humana davant de la policia per evitar escaramusses i intentar que la protesta seguís sent pacífica.
29অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Foto: Calé, publicada amb el permís de l'autor
30জনতা মেয়র অফিসের সামনে চারদিকে ঘিরে দাঁড়ালে পুলিশ মেয়র অফিস রক্ষায় মনোযোগ দেয়।Quan la multitud va arribar finalment a la plaça de l'ajuntament es va trobar amb una gran concentració de policies protegint l'edifici, amb la cavalleria davant de l'entrada.
31অশ্বারোহী পুলিশের দল গেটের সামনে দাঁড়ায়। এদিকে সংঘর্ষ এড়াতে বিক্ষোভকারীদের নেতারা পুলিশের সামনে মানববন্ধন রচনা করে।Els líders de la manifestació van organitzar una cadena humana davant de la policia per evitar escaramusses i assegurar-se que un grup petit d'agitadors no espatllés aquell vespre tan agradable.
32যাতে উচ্ছশৃঙ্খল কেউ চমত্কার এই বিক্ষোভ কর্মসূচীকে বানচাল করতে না পারে।El culturista Gabriel Campos va fer un petó al cavall d'un policia en una de les seves provocacions.
33শান্তি বজায় রাখার স্বার্থে বডিবিল্ডার গ্যাব্রিয়েল ক্যাম্পোস একজন অফিসারের ঘোড়াকে চুমু দিচ্ছেন।
34ছবি: ক্যালে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Foto: Calé, publicada amb el permís de l'autor
35মেয়র অফিসের সামনের বিক্ষোভকে শান্তিপূর্ণ রাখতে পেরেছিলেন বিক্ষোভকারীরা।
36কিন্তু ২৯ বছর বয়সী বডিবিল্ডার গ্যাব্রিয়েল ক্যামপোস ঘোড়ার উপর বসে থাকা পুলিশ অফিসারদের অপমানজনক কথাবার্তা বললে পরিস্থিতি অশান্ত হয়ে উঠে।Els manifestants van poder gaudir d'una protesta pacífica davant de l'ajuntament fins que un culturista de 29 anys anomenat Gabriel Campos, i que ara busca la policia, va començar a insultar els policies que eren a cavall malgrat que la gent li demanava que marxés d'allà.
37এতে করে জনতা ক্ষেপে গিয়ে তাকে সেখান বের হতে বলে।Al final, els manifestants van demanar als policies que l'arrestessin abans que no fos massa tard.
38এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে তাকে গ্রেফতার করতে অনুরোধ করে।Els manifestants van fer servir taules de fusta per protegir-se mentre llançaven pedres contra la policia.
39যদিও ততক্ষণে সেটা অনেক দেরি হয়ে গেছে।Foto: Calé, publicada amb el permís de l'autor
40বিক্ষোভকারীরা কাঠের তক্তার আড়াল নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ছে।Com que no van obtenir resposta, els manifestants van intentar fer justícia ells mateixos i es va iniciar una baralla.
41ছবি: ক্যালে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Era l'excusa perfecta que estava esperant la policia.
42কোনো সাড়া না পেয়ে বিক্ষোভকারীরা আইন নিজের হাতে তুলে নেয়।Amb el primer signe de mala conducta va començar a llançar gas lacrimogen i pilotes de goma contra els assistents.
43এবং রণে ভঙ্গ দেয়।Terror en fugir de la policia.
44আর পুলিশ এটার জন্যই যেন অপেক্ষা করছিল।
45বিশৃঙ্খলা শুরু হওয়া মাত্রই তারা বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে কাঁদানো গ্যাস, রাবার বুলেট ছোঁড়ে।
46জনতা পুলিশ থেকে দূরে পালাচ্ছে। ছবি: ক্যালে।Foto: Calé, publicada amb el permís de l'autor
47অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। মেয়র অফিস আক্রমণ করার কোনো কারণই ছিল না।En cap moment es va voler entrar a l'ajuntament; la gent simplement es va posar furiosa i va començar a enfrontar-se a la policia amb pals i pedres.
48জনতা ক্রুদ্ধ হয়ে লাঠি এবং ইট নিয়ে পুলিশের সাথে যুদ্ধে লিপ্ত হয়। তারপরেই ঘটে গত এক দশকের মধ্যে পুলিশের ক্ষমতা অপব্যবহারের সবচেয়ে বড়ো ঘটনা।El que va passar després va ser el major cas d'abús policial de la història: tropes especials, incloent-hi el Choque i el Bope, van evacuar els carrers del centre de Rio fins al barri bohemi de Lapa, a 2,5km d'allà.
49বিক্ষোভকারীদের রিও'র শহরতলীর রাস্তা থেকে হটিয়ে দিতে চোকিউ এবং বোপ-সহ স্পেশাল ফোর্স নামে।
50উল্লেখ, রিও'র থেকে আড়াই কিলোমিটার দূরে শহরতলী লাপা'য় জনতা বিক্ষোভ করছিল।Com a conseqüència, molts edificis i botigues de l'avinguda Presidente Vargas van quedar destrossats i alguns van aprofitar per entrar-hi a robar.
51এর প্রতিবাদে প্রেসিডেন্ট ভারগাস অ্যাভিনিউয়ের দোকানপাট, বাড়িঘর ধ্বংস ও লুটপাট হয়।
52প্রেসিডেন্ট ভারগাজ অ্যাভিনিউয়ের বিধ্বস্ত ভবন পেরিয়ে যাচ্ছে পুলিশ।
53ছবি: ক্যালে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।La policia passava pel costat de contenidors en flames mentre alguns ocasionaven destrosses a l'avinguda Presidente Vargas.
54সংঘর্ষ থেমে গেলেও মেয়র অফিস থেকে অনেক দূরে যেসব শান্তিপ্রিয় বিক্ষোভকারী বাড়ি ফিরছিলেন, পুলিশ তাদের ওপর কাঁদানো গ্যাস ছোঁড়ে।
55এসময়ে শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের বাড়ি ফেরার কোনো রাস্তাই থাকে না।
56সাবওয়ে স্টেশন বন্ধ করে দেয়া হয়।Foto: Calé, publicada amb el permís de l'autor
57প্রত্যেক পায়ে হেঁটে সংঘর্ষস্থল থেকে দূরে যাওয়ার চেষ্টা করে।
58পুলিশের নির্বিচারে কাঁদানো গ্যাস, রাবার বুলেট নিক্ষেপে অনেক নিরপরাধ মানুষ আহত হয়।Fins i tot quan va haver acabat la revolta, la policia va seguir llançant gas lacrimogen als manifestants pacífics que marxaven cap a casa i que ja eren lluny de l'ajuntament.
59রাস্তার এক দোকানদার কাঁদানো গ্যাসে আক্রান্ত একজনকে সাহায্য করছে।
60ছবি: ক্যালে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।La policia no va fer distinció entre els agitadors i els ciutadans pacífics que intentaven tornar a casa.
61একদল জনতা ক্যারিকোয়া স্টেশনে গেট খোলার জন্য অপেক্ষা করছিল।Com que el metro estava tancat, tothom va haver de marxar a peu de la zona de conflicte.
62এমন সময়ে সেখানে পুলিশের স্পেশাল ফোর্স অ্যাভেনিদা রিও ব্রাঙ্কো সেখানে আসে।
63স্টেশনটির অবস্থান পেডেস্ট্রেরিয়ান অ্যাভিনিউয়ের পেডেস্ট্রেরিয়ান কড়িডোরে।Un venedor ambulant amb problemes respiratoris després d'inhalar gas lacrimogen llançat per la policia, que actuava de manera indiscriminada i llançava pilotes de goma i gas lacrimogen també contra els innocents.
64পুলিশ চলে গেলে জনতা তাদেরকে “কাপুরুষ, ….Foto: Calé, publicada amb el permís de l'autor
65বেজন্মা” বলে গালি দেয়। গালি শুনেই পুলিশ ফিরে এসেই তাদের ওপর কাঁদানো গ্যাস ছোঁড়ে।A l'estació de Carioca un grup de persones estava esperant que obrissin les portes del metro quan la policia va començar a desfilar per l'avinguda Rio Branco.
66পুলিশের স্পেশাল ফোর্স অ্যাভেনিদা রিও ব্রাঙ্কো সবাইকে রাস্তা থেকে ঝেটিয়ে বিদায় করে দেয়।
67ছবি: ক্যালে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Aquesta estació està situada en un carrer per a vianants perpendicular a l'avinguda.
68সাবওয়ের একজন কর্মচারী খুব দ্রুত ছোট্ট একটি গেট খুলে দেন।
69কিন্তু জনতা সেখানে ঢুকে ফাঁদে পড়ে যায় যেন।Quan la policia ja estava molt lluny, algú va cridar “covards, fills de p…!”
70কারণ সেখানটা ছিল কাঁদানো গ্যাসে পূর্ণ।i immediatament la policia va fer mitja volta i va llançar gasos a la multitud.
71সবার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল।A l'avinguda Rio Branco, patrulles del Choque evacuaven els carrers.
72সিঁড়ির নিচে গিয়ে অনেকে বমি করেন।Foto: Calé, publicada amb el seu permís
73অ্যাভেনিদা রিও ব্রাঙ্কো যখন ক্যারিয়োকা স্টেশন পার করে যাচ্ছিল, জনতা তাদের দেখে হাত উঠিয়ে শান্তি রক্ষার ভঙ্গি করে।El personal del metro va obrir ràpidament una porta petita perquè la gent pogués entrar, però es va convertir en una trampa: la gent va quedar atrapada en un embut i inhalant gas.
74ছবি: ক্যালে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।A baix, molts manifestants es van marejar i van haver d'estirar-se.
75বিক্ষোভে অংশ নেয়া অনেকেই বিক্ষোভস্থল ত্যাগ করে পাশেই লাপায় যায়।
76সেখানে গিয়ে তারা বিয়ারের খোঁজে রেস্টুরেন্টে ঢোকে। তাদের ভাবনা ছিল, এই জায়গা নিরাপদ।Gent a l'estació de Carioca veient passar la policia per l'avinguda Rio Branco i aixecant les mans a favor de la pau.
77এ সময়ে পুলিশের একটি দল সেখানে ঢুকে পড়ে।Foto: Calé, publicada amb el permís de l'autor
78তারা রেস্টুরেন্টে এবং বারের মধ্যে রাস্তায় অমন তাণ্ডব চালানোর জন্য জনতার তোপের মুখে পড়ে।Molta gent que va marxar de la manifestació quan van començar els aldarulls va decidir anar a prendre una cervesa al barri de Lapa, un barri llunyà i segur, segons pensaven.
79পুলিশ এ সময়ে পুলিশ বাছবিচার বিহীন ভাবে ভবনের মধ্যে কাঁদানো গ্যাস ছোঁড়ে।Les brigades, però, van arribar-hi ràpid i la gent va haver d'amagar-se dins dels bars i restaurants mentre als carrers hi regnava el caos.
80সাবওয়ে স্টেশনে গেট খোলার জন্য অপেক্ষারত শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের ওপর কাঁদানো গ্যাস ছোঁড়ে পুলিশ।Quan la gent va començar a escridassar la policia, aquesta va llançar gas lacrimogen fins i tot a dins dels edificis, cosa molt irresponsable. La policia llançava gas lacrimogen contra els manifestants pacífics que esperaven que obrís el metro.
81জনতাকে রক্ষা করার জন্য একজন সাবওয়ে কর্মী পাশের একটি গেট খুলে দেয়। কিন্তু সাবওয়ের ভেতরটা ছিল কাঁদানো গ্যাসে ভর্তি।El personal de l'estació va obrir una porta lateral perquè la gent s'hi pogués arrecerar, però es va crear un embut en què la gent es va trobar encallada inhalant gas.
82অনেকেই সিঁড়ির নিচে গিয়ে বমি করে।A baix, molta gent es va marejar.
83ছবি: ক্যালে।Foto: Calé, publicada amb el permís de l'autor
84অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, বিক্ষোভের সময় অনেক ধ্বংসাত্মক কাজকারবার হয়েছে।Sí, a la manifestació hi havia vàndals que trencaven i cremaven coses, però la majoria d'aquests actes van tenir lloc a l'avinguda Presidente Vargas, més a prop de l'ajuntament.
85অনেক ঘরবাড়ি ভাংচুর হয়েছে, পোড়ানো হয়েছে।Llavors, per què la policia tenia un àmbit tan gran d'actuació i apuntava contra gent innocent?
86তবে সেসবের বেশিরভাগই হয়েছে মেয়র অফিসের কাছে প্রেসিডেন্ট ভারগাজ অ্যাভিনিউতে।Ara, la gent comenta en trobades i en els mitjans socials que té por de participar en noves manifestacions, i alguns mencionen que volen que s'acabi tot.
87তাহলে পুলিশ কেন অন্যান্য এলাকার সাধারণ মানুষের ওপর আক্রমণ করছে?Al meu cap només m'hi ve una expressió per explicar l'actitud de les forces de policia: terrorisme d'estat.
88বিভিন্ন জমায়েতে এবং সোশ্যাল মিডিয়ায় জনগণ এখন বিক্ষোভে যোগ দিতে ভয় পাওয়া নিয়ে কথা বলছে।La policia passava pel costat de contenidors cremant-se després que algunes persones comencessin a cometre actes vandàlics a l'avinguda Presidente Vargas.
89আবার অনেকের এর বন্ধ চাইছেন।Foto: Calé, publicada amb el permís de l'autor
90আমার মাথায় একটাই ভাবনা এসেছে, আমাদের পুলিশ যে ব্যবহার করেছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস।
91এই পোস্টে ব্যবহৃত সব ছবিই তুলেছেন ক্যালে। তার অনুমতি নিয়েই পোস্টে ব্যবহার করা হয়েছে।Totes les fotografies d'aquesta entrada han estat publicades amb el permís de Calé, qui, a més de treballar com a fotògraf comercial, ha dut a terme projectes artístics i d'autor per tot el món.
92তিনি কর্মাশিয়াল ফটোগ্রাফার হিসেবে কাজ করেন।Algunes de les seves fotografies, les podeu trobar a la sèrie Buscadores (Seekers), i exposades a l'Ateliê da Imagem [br] de Rio de Janeiro.
93বিশ্বের বিভিন্ন জায়গায় শৈল্পিক এবং লেখনী প্রজেক্টে কাজ করেছেন।La sèrie Seekers s'ha mostrat en exposicions individuals a Dinamarca, Rússia, Argentina i Bolívia i en exposicions col·lectives als Estats Units i Irlanda.
94তার কিছু ছবি নিয়ে একটি সিরিজ আছে।Un manifestant demanant pau al mig de la baralla.
95সিরিজটির নাম সিকার্স।Foto: Calé, publicada amb el permís de l'autor
96রিও ডি জেনিরোর অ্যাটেলিয়া দ্য ইমাজেম-এ তার ছবি দেখতে পারেন।
97সিকার্স সিরিজের ছবি নিয়ে ডেনমার্ক, রাশিয়া, আর্জেন্টিনা এবং বলিভিয়ায় একক প্রদর্শনী হয়েছে।
98তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডে যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
99সংঘর্ষের সময়ে একজন বিক্ষোভকারী শান্তির বার্তা নিয়ে যাচ্ছেন।
100ছবি: ক্যালে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Aquesta publicació és part de la nostra cobertura especial de la Revolta del Vinagre a Brasil.