# | ben | cat |
---|
1 | সেলফি, ‘স্যান্ডুইউচ পার্টি’ এবং ‘দি হাঙ্গার গেম': যে ভাবে থাইল্যান্ডের একটিভিস্টরা দেশটির সামরিক শাসনকে চ্যালেঞ্জ করছে | Selfies, “festes d'entrepans” i “Els jocs de la fam” per a desafiar els militars tailandesos |
2 | ব্যাংককে এক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের সময় সশস্ত্র সেনারা এর বিরুদ্ধে অভিযান পরিচালনায় অবস্থান গ্রহণ করেছে। | Soldats armats per a controlar una manifestació contra el cop d'estat a Bangkok. |
3 | ছবি ম্যাথু রিচার্ডের, কপিরাইট ডেমোটিক্সের। | Fotografia de Matthew Richards, Copyright @Demotix (5/25/2014) |
4 | (৫/২৫/২০১৪) ২২ মে তারিখে সংগঠিত অভ্যুত্থান, যার মাধ্যমে সামরিক জান্তা দেশটির সরকারে অধিষ্ঠিত হয়েছে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে, তার মাত্র ছয় অতিক্রান্ত হয়েছে। | Només han passat una mica més de sis mesos des del cop d'estat del 22 de maig, quan una junta militar va agafar el control del govern tailandès després d'haver destituït la primera ministra electa de Tailàndia,Yingluck Shinawatra. |
5 | ক্ষমতা এসে সামরিক জান্তা দ্রুত দেশটির সংবিধান স্থগিত করে এবং সংসদের বিলুপ্তি ঘোষণা করে। তারা মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশ-এর উপর তাদের নিষেধাজ্ঞা জারি করে এবং সাময়িক ভাবে কয়েকজন রাজনৈতিক নেতাকে গ্রেফতার করে। | Els militars van suspendre ràpidament la Constitució del país, van dissoldre el Senat, van imposar sancions a la llibertat d'expressió i de reunió, i van empresonar temporalment diversos dirigents polítics. |
6 | এই সকল ঘটনা সত্ত্বেও, কণ্ঠস্বর তুলে ধরার জন্য নাগরিকরা স্যোশাল মিডিয়ার ব্যবহার করছে এবং দেশটির পরিস্থিতির প্রতি মনোযোগ আকর্ষণ করাচ্ছে। | Tot i estar tan restringits amb aquestes noves mesures, els tailandesos han fet servir els mitjans socials per a fer-se sentir i atraure l'atenció cap a la situació del país. |
7 | নিচের ছবিগুলো বিগত ছয় মাসের ছবি। | Les següents fotografies s'han fet durant aquests sis darrers mesos: |
8 | ১. অভ্যুত্থান সেলফি | 1. Selfies del cop d'estat |
9 | সংবাদ, নাকি অদ্ভুত কিছু। থাই অভ্যুত্থানের সেলফির মত কোন সেলফি নেই। | Notícies insòlites: no hi ha cap selfie millor que un del cop d'estat tailandès. |
10 | ২২ মে তারিখে থাই রাজধানীতে সামরিক অভ্যুত্থানের নেতারা শত শত সশস্ত্র সেনা নিয়ে আসে , যারা সাথে ভারী অস্ত্র নিয়ে হাজির হয়। | El 22 de maig, centenars de militars van entrar [thaï] a la capital carregats amb artilleria pesant. |
11 | উল্লেখযোগ্য কয়েকজন নাগরিক দ্রুত সেনাদের কাছে গিয়ে হাজির হয় ‘অভ্যুত্থানের সেলফি' তোলার জন্য যা বহির্বিশ্বের কাছে একই সাথে এই বাহিনীর রাজনৈতিক বিবৃতি এবং তাজা সংবাদ তুলে ধরার কাজে ব্যবহার করা হয়। | Fet que va provocar que molts ciutadans s'apropessin als soldats per a fer-se “selfies contra el cop d'estat” gràcies als quals van poder mostrar que s'oposaven al cop [thaï] i alhora informar al món exterior sobre l'activitat de les tropes armades. |
12 | ২. গ্রেফতার এবং আটক | 2. Arrestos i detencions |
13 | যারা জানেন না তাদের জ্ঞাতার্থে, মুখে লাল টেপ বাঁধা মেয়েটি এক সাংবাদিক (সাহসী একজন)। | Per a qui no ho sàpiga, la dona amb la cinta vermella a la boca és una periodista (i una periodista ben valenta). |
14 | সামরিক এই জান্তা রাজনৈতিক নেতা এবং উল্লেখযোগ্য সংখ্যক গণতন্ত্র কর্মীর প্রতি সমন জারি করে। | La junta militar va “convocar” a líders polítics i a alguns activistes pro-democràcia. |
15 | প্রাথমিক ভাবে যাদের কয়েকজন রিপোর্ট করতে অস্বীকার করে তাদের গ্রেফতার করা এবং আটকে রাখা হয় এবং তারা এখন কয়েক বছর কারাদণ্ডের মত শাস্তির মুখোমুখি। | Alguns dels que es van negar a comparèixer van ser arrestats [thaï] i detinguts, i ara temen haver de passar uns quants anys a la presó. |
16 | ৩. স্যান্ডউইচ নিষেধাজ্ঞা | 3. No als entrepans |
17 | কয়েকজন ছাত্র এই অভ্যুত্থানের বিরুদ্ধে এক বনভোজনের আয়োজন করে কিন্তু পুলিশ তা বন্ধ করে দেয়। | Alguns estudiants van organitzar un pícnic contra el cop d'estat, però la policia va decidir que hi havia de posar ordre. |
18 | পুলিশ এবং ছাত্ররা কয়েকটা স্যান্ডউইচ ভাগাভাগি করে খাচ্ছে। ছবি আতিয়াত শিলপামেতহানোন্ত-এর। | No obstant això, va haver-hi estudiants que van compartir els entrepans amb els policies. |
19 | কপিরাইট ডেমোটিক্সের (৬/৬/২০১৪) | Imatge d'Atiwat Silpamethanont, Copyright @Demotix (6/6/2014) |
20 | রাজনৈতিক ভিন্নমত বলে প্রতীয়মান যে কোন কার্যক্রমের ক্ষেত্রে নেতারা দ্রুত সীমাবদ্ধতা আরোপ করে। | Els militars no van trigar gaire a imposar restriccions a tot allò que pogués portar a la dissidència política. |
21 | যখন থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পাঁচজনের বেশী নাগরিকের সমাবেশকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, একটিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় ‘স্যান্ডুউইচ পার্টির' আয়োজন করে। | Després que els prohibissin les reunions de més de cinc persones, els activistes van organitzar “festes d'entrepans” als mitjans socials. |
22 | সামরিক নেতার দ্রুত বিষয়টি খেয়াল করে এবং একটিভিস্টদের সতর্ক করে তা বন্ধ করতে বলেন। | La junta militar se'n va adonar de seguida i va ordenar-los que paressin. |
23 | ৪. পাঠ্য পুস্তকের পুনঃপাঠ | 4. Revisió dels llibres escolars |
24 | থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয়ের সামনে ছাত্র একটিভিস্টরা বিক্ষোভ প্রদর্শন করছে। | Alguns dels activistes estudiants es van manifestar davant el ministeri d'Educació tailandès. |
25 | ছবি নাত্তানান ওয়ারিনতারাওয়েত-এর, (ডান থেকে দ্বিতীয়)। | Imatge de Nattanan Warintarawet (la segona començant per la dreta). |
26 | ক্ষমতা গ্রহণে পর পর সামরিক নেতারা, তাদের জন্য হুমকি হতে পারে এমন ভাষণ,সভা,এবং বিক্ষোভ নিষিদ্ধ করে। | Poc després d'haver agafat el poder, el nou govern va prohibir les classes, les reunions i les manifestacions que es van jutjar de subversives. |
27 | ছাত্র এবং অধ্যাপক যারা এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন, তাদের গ্রেফতার করা হয়েছে এবং কারাবন্দী করে রাখা হয়েছে। | Per això, es van arrestar i detenir als estudiants i professors que van transgredir aquestes prohibicions. |
28 | অভ্যুত্থানের নেতারা “১২টি মূল্যবোধ” স্মরণ রাখা বাধ্যতামূলক করেছে যা কর্তৃত্বের মাঝে যে পার্থক্য তার উপর মনোযোগ প্রদান করে থাকে এবং যারা তাদের কর্মকাণ্ডের বিষয়ে প্রশ্ন তুলেছে তাদের গতিবিধি অনুসরণ করে। | La junta militar també va imposar que els alumnes memoritzessin els “12 valors” centrats en el respecte a les autoritats i va tenir ben controlats els gestos o les accions d'aquells qui els qüestionaven. |
29 | সামরিক এই সব নেতারা একই সাথে ইতিহাসের পাঠ্যবই সংশোধন করে সে সব বই থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার নাম মুছে ফেলে, যার রাজনৈতিক দল ২০১১ থেকে সকল নির্বাচনে জয়লাভ করেছে। | També van modificar els llibres d'història i van suprimir-hi el nom del primer ministre Thaksin Shinawatra, el partit del qual ha guanyat totes les eleccions des de l'any 2001. |
30 | ৫. সেন্সরশীপ | 5. Censura |
31 | অভ্যুত্থানের বিরুদ্ধে এক প্রতিবাদ হিসেবে একটিভিস্টরা বিটিএস স্কাই ট্রেনে বই পড়ছে। | Alguns activistes llegint llibres al metro aeri BTS per a protestar contra el cop d'estat. |
32 | ছবি ইয়োস্টট্রন ট্রাইয়োস-এর, কপিরাইট @ডেমোটিক্সের (৬/১৩/২০১৪) | Imatge de Yostorn Triyos, Copyright @Demotix (6/13/2014) |
33 | অন্য সকল ভিন্ন মতের সাথে সামরিক সরকার বিতর্কিত কিছু বই নিষিদ্ধ করেছে , যেমন জর্জ ওরওয়েলের “১৯৮৪” নামক বইটি। | Com va passar amb moltes altres formes de protesta, la junta militar també va censurar alguns llibres polèmics [thaï], com per exemple 1984, de George Orwell. |
34 | ৬. পান্ডা হুমকি | 6. L'amenaça als pandes |
35 | থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা (বামে) সাথে তার ভাই বিতাড়িত প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা (মাঝে)। | L'antiga primera ministra tailandesa, Yingluck Shinawatra (a l'esquerra) amb el seu germà, Thaksin Shinawatra (al centre), un antic primer ministre a qui van fer fora del poder. |
36 | ছবি ইংলাকের ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে। | Imatge extreta de la pàgina de Facebook d'Yingluck. |
37 | অভ্যুত্থানের নেতা সাংবাদিকদের শাস্তি এবং হুমকি প্রদান করেছে যেন তারা থাইল্যান্ডের প্রাক্তন এই দুই প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশিত ছবির বিষয়ে কোন সংবাদ না ছাপে,চীন ভ্রমণের সময় তোলা এই ছবিতে তারা একটা পান্ডাকে আদর করছিল,তা ছাপা নিষেধ কারণ এটি থাইল্যান্ডের নিরাপত্তার জন্য এক হুমকি। | El cap de la junta militar va reprendre i advertir als periodistes que no fessin referència a la foto en què surten els dos antics primers ministres tailandesos (Thaksin Shinawatra i Yingluck Shinawatra) acariciant un panda en una visita que van fer a la Xina, perquè constituïa un “perill per a la seguretat nacional de Tailàndia”. |
38 | এই ছবিটাকে অনেকে থাইল্যান্ডের গণতন্ত্রের প্রতি বেইজিং-এর সমর্থনের প্রতীক হিসেবে দেখছে। | Hi ha gent que defensa que en aquesta foto es mostra com Pequín recolzava les forces democràtiques tailandeses. |
39 | ৭. থাই এলাকায় দি হাঙ্গার গেম | 7. “Els jocs de la fam” al #DistricteThai |
40 | থাইল্যান্ডের অভ্যুত্থান বিরোধীরা সংগ্রামে এক প্রতীক হিসেবে তিন আঙ্গুলে সেলুট প্রদান করছে, ছবি গনজালো এ্যাবাড-এর। | Alguns detractors del cop d'estat es saluden alçant tres dits com a símbol de la lluita. |
41 | কপিরাইট ডেমোটিক্সের। | Imatge de Gonzalo Abad, Copyright @Demotix (6/1/2014) |
42 | (৬/১/২০১৪) অভ্যুত্থানের কিছুদিন পরে কয়েকজন একটিভিস্ট “দি হাঙ্গার গেম” নামক চলচ্চিত্রে প্রদর্শিত জনপ্রিয় হয়ে ওঠা রাজনৈতিক প্রতিবাদের এক ধরন হিসেবে তিন আঙ্গুলে সেলুট প্রদানের বিষয়টিকে অভ্যুত্থান বিরোধী প্রতিবাদের জন্য ব্যবহার করা শুরু করে। | Poc després del cop d'estat, alguns activistes, com a símbol de protesta política, es van saludar alçant tres dits, una salutació que es va fer famosa per la pel•lícula “Els jocs de la fam”. |
43 | যখন এই চলচ্চিত্রের ধারাবাহিকতায় এর দ্বিতীয় খণ্ড সারা বিশ্বে মুক্তি লাভ করে, তখন থাই দেশটির রাজনৈতিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য একটিভিস্টরা অনলাইনে সংগঠিত হয়। | Quan va sortir a nivell mundial la nova seqüela de la pel•lícula, els activistes tailandesos es van organitzar per a fer conèixer als internautes l'autoritarisme polític que regnava al seu país. |
44 | তারা থাইল্যান্ডের কিছু প্রধান শহরের সিনেমা হলগুলোর সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং উক্ত চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে। | Van organitzar manifestacions davant dels cinemes de les ciutats principals i van obligar a alguns cinemes de Tailàndia a anular les sessions d'aquesta pel•lícula. |
45 | থাই সামরিক অভ্যুত্থানের নেতা এবং এখন প্রধানমন্ত্রীর পদ গ্রহণকারী প্রায়ুত চান-ও-চা নির্বাচন প্রদান সাপেক্ষে পুনরায় বেসামরিক আইন স্থাপনের প্রতিশ্রুতি প্রদান করেছেন-কিন্তু তা করা হবে সেই সময়,যখন সামরিক নেতারা দেশটির রাজনৈতিক এবং নির্বাচনী সংস্কার সাধন করে তা প্রয়োগ করবে, যে সব বিষয় দেশটি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য জরুরী। | Prayuth Chan-o-cha, el cap de l'exèrcit tailandès, a qui ara han nomenat primer ministre, ha promès restablir la llei civil mitjançant unes eleccions, però tan sols després d'haver acabat les reformes polítiques i electorals necessàries per a tornar l'estabilitat al país. |
46 | তবে থাই একটিভিস্টরা ক্রমাগত সামরিক স্বৈরতন্ত্রের অবসান দাবি করে যাচ্ছে। | Mentrestant, els activistes tailandesos continuen reclamant que s'acabi la dictadura militar. |