# | ben | cat |
---|
1 | বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ার ঘটনায় হুমকির মুখে বাংলাদেশের সুন্দরবন | Un vessament de petroli massiu amenaça la regió natural dels Sundarbans al Bangla Desh |
2 | বাংলাদেশের সুন্দরবন, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের একটি অংশ, সেখানকার কোকিলমণি এলাকায় চিত্রা হরিণ ঘুরে বেড়াচ্ছে। | Un grup de cérvols cerquen menjar al bosc de Kokilmoni als Sundarbans, regió declarada Patrimoni de la Humanitat per la UNESCO. Bagerhat, Bangla Desh. |
3 | ছবি মোস্তাফিজুর রহমান। | Imatge de Muhammad Mostafigur Rahman. |
4 | কপিরাইট ডেমোটিক্সের (৫/১১/২০১৪)। | Drets d'autor de Demotix (5/11/2014) |
5 | | Un petrolier que transportava 358.000 litres de fuel es va enfonsar al riu Shela el dia 7 de desembre i va provocar el vessament de petroli al llarg de més de 60 quilòmetres als Sundarbans. |
6 | | La regió dels Sundarbans, ubicada al sud-oest del Bangla Desh, és el bloc individual de bosc de manglar més gran del món, i abraça aproximadament 10.000 quilòmetres quadrats, un 60 per cent dels quals es troben al Bangla Desh. |
7 | | La regió dels Sundarbans, declarada Patrimoni de la Humanitat per la UNESCO, també és una de les reserves més grans de tigre de Bengala i proporciona refugi a moltes altres espècies. |
8 | ৯ ডিসেম্বর তারিখে শ্যালা নদীতে ৩৫৮,০০০ লিটার (প্রায় ১০০,০০০ গ্যালন) ফার্নেস তেল বহন করা এক ট্যাংকার ডুবে গেলে সুন্দরবনের প্রায় ৬০ কিলোমিটার (প্রায় ৩৭ মাইল) এলাকা জুড়ে তেল ছড়িয়ে পড়ে। | @stephenfry Pls RT: “Oil spill threatens wildlife esp. rare dolphins & birds of Sundarbans-BD” #SundarbansDisaster pic.twitter.com/WtuoRccvZS - Faiyaz Taifur (@FaiyazTaifur) December 12, 2014 |
9 | বাংলাদেশের দক্ষিণপশ্চিমে অবস্থিত সুন্দরবন একক ভাবে একসাথে জুড়ে থাকা বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল, যা প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার (৩,৯০০ মাইল) এলাকা জুড়ে বিস্তৃত, আর এর ৬০ শতাংশ বাংলাদেশের ভেতরে অবস্থিত। | Retuitegeu si us plau: “Un vessament de petroli amenaça la fauna dels Sundarbans-BD, especialment ocells i dofins poc comuns” 1st ever @oilslick in the #Sunderbans threatens world's largest @mangrove ecosystem, a @UNESCO World @HeritageSite http://t.co/NrqAVtyRZS |
10 | সুন্দরবন হচ্ছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের এক অংশ, যা বেঙ্গল টাইগারের জন্য সংরক্ষিত অন্যতম এক বৃহৎ বনাঞ্চল, এবং অন্য অনেক প্রাণীর জন্য এক অভয়ারণ্য। | - SALEEM SAMAD (@saleemsamad) December 12, 2014 La primera marea negra als Sundarbans amenaça l'ecosistema de manglars més gran del món, una regió declarada Patrimoni de la Humanitat per la UNESCO |
11 | দয়া করা পুনরায় টুইট করুন: ছড়িয়ে পড়া তেল বন্যপ্রাণী, বিশেষ করে ডলফিন এবং সুন্দরবনের পাখিদের জন্য হুমকি তৈরী করেছে। | Disaster in #Sundarbans >> Sela banks turn pitch black Sinking oil tanker was actually a modified and… http://t.co/2YIFoLihPb |
12 | সুন্দরবনে প্রথমবারের মত তেল ছড়িয়ে পড়ার ঘটনায় বিশ্বের সর্ববৃহৎ প্রতিবেশ ব্যবস্থা হুমকির মুখে, যা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের এক অংশ। | - Polash Datta (@polashdatta) December 11, 2014 Desastre als Sundarbans >> Les ribes del riu Shela es tornen completament negres. |
13 | সুন্দরবনে বিপর্যয়, ডুবে যাওয়া ট্যাঙ্কারের ছড়িয়ে পড়া তেলে শ্যালা নদীর তীরের চেহারা পাল্টে গেছে। | El petrolier enfonsat de fet era… The #oilspill at #sundarban threatens hundreds of endangered species. |
14 | সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ায় বিপন্নপ্রায় শত শত প্রাণী হুমকির সম্মুখীন। | @wwwfoecouk @wbclimatechange @the_ecologist pic.twitter.com/Z0G8SKHaAd |
15 | সংবাদে প্রাপ্ত তথ্য অনুসারে, নতুন করে তেল ছড়িয়ে পড়ায় মৃগমারী-নন্দবালা-আন্ধারমানিক আশ্রয়স্থলের ডলফিনরা হুমকির মুখে। | - Rumi Ahmed (@rumiahmed) December 13, 2014 El vessament de petroli als Sundarbans amenaça centenars d'espècies en perill d'extinció. |
16 | তেলের এই দুষণ এই অঞ্চলের ম্যানগ্রোভ গাছগুলোর ক্ষেত্রে প্রচণ্ড সন্দেহের সৃষ্টি করেছে যে-সম্ভবত এই এলাকার জলজ জীবের পর সেগুলোরও মৃত্যু ঘটবে, সাধারণত যে সব জীব সবার আগে বিনষ্ট হয়। | Segons els informes, el nou vessament de petroli amenaça la reserva de dofins de Mrigmari-Nondabala-Andharmanik. Els mangles també són especialment vulnerables a la contaminació del petroli. |
17 | | De fet, el més probable és que comencin a morir tot just després de que ho faci la vida aquàtica de la zona, normalment la primera en morir. |
18 | ফ্লিকারে এক ইনফোগ্রাফিকের মাধ্যমে ফাহিম হাসান এই বিপর্যয়ের বিস্তারিত ব্যাখা প্রদান করেছে। | En Fahim Hassan ha muntat una infografia a Flickr on explica els detalls de la devastació. |
19 | মোওগ্লিজ এলিজাবেথ রুবাইয়াত-এর পোস্ট করা এক ফেসবুক ছবিতে দেখা যাচ্ছে যে এই বিপর্যয়ে ইতোমধ্যে কিছু প্রাণী মৃত্যুবরণ করেছে। | Segons les imatges publicades a Facebook per Mowgliz Elisabeth Rubaiyat, el desastre ja ha començat a matar alguns animals. |
20 | দৃশ্যত স্থানীয় কর্তৃপক্ষের কাছে বিষয়টি ধারণা বাইরে, যারা এর আগে কখনো এত বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ার মত ঘটনার মুখোমুখি হয়নি এবং এই ঘটনায় যথাযথ ভাবে সাড়া দেওয়ার মত সরঞ্জামের অভাব রয়েছে। | Les autoritats locals no saben com afrontar la situació; no s'han trobat mai amb un vessament de petroli tan gran i no disposen de les infraestructures necessàries per poder respondre apropiadament. |
21 | আল জাজিরা সংবাদ প্রদান করছে যে বেশ কিছু স্থানীয় জেলে স্পঞ্জ এবং বস্তা নিয়ে ছড়িয়ে পড়া তেল অপসারণে এগিয়ে এসেছে। | Al Jazeera informa que diversos pescadors de la zona han optat per netejar el vessament amb esponges i sacs. |
22 | যে ভাবে কর্তৃপক্ষ এই বিষয়ে সাড়া প্রদান করেছে, অনেক টুইটার ব্যবহারকারী তাতে প্রশ্ন তুলেছে : | A Twitter, molts usuaris han posat en dubte la resposta de les autoritats: |
23 | ২০১০ সালে উপসাগরীয় এলাকায় তেল ছড়িয়ে পড়ার ঘটনায় যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করেছে তাদের সাথে কথা বলুন! | Talk to the org that worked after 2010 Gulf oil spill! Seriously guys … “Authorities clueless in the Sundarbans” http://t.co/z7vZPqVSuf |
24 | নিঃসন্দেহে …সুন্দরবনের ঘটনায় কর্তৃপক্ষের কোন ধারণা নেই। | - Sumaiya Shams (@sumaiya_s) December 12, 2014 |
25 | বাংলাদেশ সরকারের এক মন্ত্রী বলেছেন যে ৬০ কিলোমিটার এলাকা জুড়ে যে তেল চুইয়ে পড়ার ঘটনা সুন্দরবনকে হুমকির মুখে ফেলেছে, যুক্তরাজ্যের একটি কোম্পানি সেই এলাকা পরিষ্কার করার প্রস্তাব প্রদান করেছে। | Parleu amb l'organització que va treballar després del vessament de petroli de 2010 al Golf! De debò … “Les autoritats no tenen ni idea de què fer als Sundarbans” |
26 | | A #Bangladesh govt minister says a UK company has offered to clean up 60-km oil slick that is threatening the Sunderbans mangrove forest. |
27 | বদনা আর বালতি নিয়ে সুন্দরবন বিপর্যয় থেকে উদ্ধার পাবার প্রচেষ্টা। | - Sabir Mustafa (@Sabir59) December 12, 2014 |
28 | | Un ministre del govern del Bangla Desh diu que una empresa del Regne Unit s'ha ofert a netejar els 60 quilòmetres de marea negra que amenacen el bosc de manglar dels Sundarbans. |
29 | এই উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য, সরকার এক উদ্ধারকারী জাহাজ ছড়িয়ে পড়া তেলের উপর ছিটানোর রাসায়নিক উপাদান বয়ে আনে। | #SundarbansDisaster Recovery efforts with pots and pans http://t.co/i3BGDwrw6P - Faiyaz Taifur (@FaiyazTaifur) December 12, 2014 |
30 | যদি এই সমস্ত রাসায়নিক উপাদান যথাযথভাবে ছিটানো না হয়, তবে তা স্থানীয় পরিবেশের ক্ষতিকরতে পারে। | Desastre als Sundarbans. Esforços de recuperació amb olles i cassoles |
31 | চারদিন পরে, দেখা যাচ্ছে রাষ্ট্রীয় এই প্রচেষ্টা খুব সামান্য কাজে এসেছে, এই এলাকায় এক দীর্ঘস্থায়ী পরিবেশ বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। | Per tal de col•laborar en les operacions d'ajuda, el govern ha enviat un vaixell amb dispersants de petroli a la zona. |
32 | ৫৯ ঘন্টা পার হয়ে যাওয়ার পর, সরকার সুন্দরবনের এই নদী থেকে তেল অপসারণের কাজ শুরু করে। | Tanmateix, si aquests productes químics s'alliberen de forma incorrecta, poden perjudicar l'ecologia local encara més. |
33 | বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রী বলেছেন স্থানীয় লোকেরাই বনে তেল প্রবেশ রোধ করতে সক্ষম, তারা জাল ব্যবহার করে তা করতে পারে এবং পরিস্থিতি যাতে আরো খারাপে পরিণত না হয় তারা পানি থেকে তেল অপসারণের জন্য কাজ করে যাচ্ছে। | Quatre dies després, els esforços de l'estat no semblen ser gaire efectius i s'agreugen els temors d'un desastre ecològic de llarga durada. 59 hours gone-by http://t.co/JThyipvfep #Bangladesh starts sparying oil neutraliser in #Sundarbans river #BD #OilSpill #DhakaTribune |
34 | ১০০ নৌকা এবং ২০০ জন জেলে নিয়ে জাতীয় বন বিভাগ এই কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে। | - Polash Datta (@polashdatta) December 11, 2014 Han passat 59 hores. |
35 | এই ভাবে তেল ছড়িয়ে পড়ার জন্য যে দুটি কার্গো দায়ী, বন বিভাগ তাদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করেছে। | El Bangla Desh comença a ruixar neutralitzador de petroli al riu dels Sundarbans |
36 | | El ministre de Transport Marítim del Bangla Desh diu que [bn] els veïns van aconseguir evitar que el petroli entrés al bosc amb l'ajuda de xarxes, i també estan treballant per eliminar el petroli de l'aigua i així evitar que la situació empitjori. |
37 | তেল ছড়িয়ে পড়ার ঠিক একমাস আগে, সুন্দরবনের ম্যানগ্রোভ বন দেখতে ঠিক এ রকম ছিল: | El Departament Forestal nacional és al capdavant de l'operació [bn] amb 100 vaixells i 200 pescadors. |
38 | | El Departament Forestal ha presentat una demanda de 1.000 milions de taka (uns 11 milions d'euros) contra els propietaris dels dos vaixells de càrrega responsables del vessament. |
39 | আহমেদ শরীফ, বিপর্যয় ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ সরকারের দুর্বল পরিকল্পনার নিন্দা করেছে : | Un mes abans del vessament, el bosc de manglar dels Sunderbans es podia veure així: |
40 | | El bloguer Ahmed Sharif [bn] critica l'estratègia de gestió del desastre per part del govern i afirma que no entenen el problema: |
41 | দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি শুধু বন্যা-জলোচ্ছ্বাস বোঝায়? | La gestió de desastres es limita a inundacions i ciclons? |
42 | গত দুই দশকে অর্থনৈতিক দিক থেকে দ্রুত অগ্রগতির সাথে সাথে যেসব ঝুঁকির সৃষ্টি হয়েছে, সেগুলির জন্যে আমরা নিজেদের তৈরি করতে পারিনি। | En les últimes dècades, el país ha viscut un desenvolupament econòmic accelerat i un augment dels riscos. Però no hem pogut seguir el ritme i preparar-nos per aquests riscos afegits. |
43 | নদীতে জাহাজের সংখ্যা আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে, কিন্তু তার সাথে পাল্লা দিয়ে তৈরি হয়নি মনিটরিং এজেন্সিগুলি। | S'han multiplicat els vaixells comercials a les nostres vies fluvials, però els nostres organismes de control s'han quedat enrere. |
44 | জাহাজ তৈরি হচ্ছে যথেচ্ছভাবে, যাত্রী নেওয়া হচ্ছে অতিরিক্ত, ফিটনেসবিহীন জাহাজ চলছে, নদীর পানি দূষণ করছে জাহাজের বর্জ্য, নদীর মাঝে পার্ক করে রাখা হচ্ছে জাহাজ, সঠিক যন্ত্রপাতি ছাড়াই চলছে জাহাজ, চলাচলের সময় ঠিক করে দেয়ার পরেও কেউ মানছেনা - কেউ দেখার নেই। | S'estan construint molts vaixells que no segueixen les pautes adequades i que transporten passatgers per damunt de la seva capacitat. Molts vaixells no operen correctament: es desfan dels residus de forma inadequada, bloquegen les vies fluvials de manera indiscriminada o no compleixen els horaris. |
45 | কাজেই দুর্ঘটনার সম্ভাবনা প্রতিদিন বেড়েই চলেছে। | No hi ha ningú que ho controli. |
46 | আর দুর্ঘটনার সম্ভাবনা বাড়লেও সেটার জন্যে প্রস্তুতি নেই আমাদের। | Per tant hi ha un major risc, i no estem preparats per actuar davant d'aquests accidents i desastres. |
47 | ইউটিউব ব্যবহারকারী এ. | L'usuari de YouTube A. |
48 | কে. | K. |
49 | এম ওয়াহেদুজ্জামান একটি ভিডিও আপলোড করেছে, যেটিতে তেল ছড়িয়ে পড়ার ফলে সৃষ্ট বিপর্যয় ধরা পড়েছে: | M. Wahiduzzaman ha pujat un vídeo que captura la devastació del vessament de petroli: |
50 | গত শুক্রবার প্রথম এই দুর্ঘটনা কারণে নিহত দুর্লভ এক প্রজাতির ইরাবতী ডলফিনের একটি মৃতদেহ আবিষ্কার হয়। | El cos del primer dofí mort en aquest incident, un dofí de l'Irauadi poc comú, va ser descobert divendres passat. |
51 | এক সংবাদ জানা গেছে, পদ্মা অয়েল কোম্পানি তার অপসারণ প্রচেষ্টার অংশ হিসেবে ১০,০০০ লিটার (প্রায় ২,৬০০ গ্যালন তেল) তেল অপসারণ করতে সক্ষম হয়। | Segons els informes, fins ara l'empresa petroliera Padma Oil Company ha aconseguit eliminar uns 10.000 litres de petroli durant les tasques de neteja. |
52 | এই কোম্পানিটি, পরিষ্কার কাজে অংশগ্রহণ করা ব্যক্তিকে প্রতি লিটার তেল (প্রায় ৩৪ আউন্স) অপসারণের জন্য ৩০ টাকা (প্রায় ৪০ সেন্ট) করে প্রদান করেছে। | L'empresa ofereix pagar als voluntaris 30 taka (uns 33 cèntims d'euro) per cada litre de petroli recuperat. |
53 | গায়ক এবং ব্লগার ম্যাক হক তার ফেসবুকে মন্তব্য করেছে : | El cantant i bloguer Mac Haque comenta a Facebook: |
54 | যে বিষয়টি বাঁধো বাঁধো ঠেকে তা হচ্ছে পূর্নাঙ্গ নয়, এমন এক অপসারণ অভিযান। | És sorprenent que es faci una operació de neteja tan rudimentària. |
55 | এখানে প্রতি লিটার ফার্নেস তেল উদ্ধার করলে তার জন্য ৩০ টাকা প্রদান করা হচ্ছে, হাজার হাজার নাগরিক এই কাজে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু তারা সুন্দরবন অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসছে না, নিঃসন্দেহে দরিদ্রের মধ্যে সবচেয়ে দরিদ্র তাদের জন্য এটা একটা অভাবনীয় লাভ। | Amb l'oferta de 30 taka per litre de fuel recuperat, milers de persones s'hi han apuntat. No pas per salvar la regió dels Sundarbans, sinó per poder guanyar-se la vida. |
56 | তবে ফার্নেস তেলে বিপজ্জনক টক্সিন থেকে মানব স্বাস্থ্যের জন্য যে ঝুঁকি তৈরী হয় সে বিষয়ে কাউকে কথা বলতে শুনিনি। | Òbviament és un cop de sort per als més pobres. |
57 | বিশ্বের যে কোন প্রান্তে নাগরিকদের স্বাস্থ্যগত ঝুঁকিতে ফেলে দেওয়ার জন্য সরকারকে জনগণের মামলার মুখোমুখি হতে হত। | Tanmateix, no he sentit a ningú parlar del risc que representen les toxines del fuel per a la salut humana. |
58 | আমি দেখতে পাচ্ছি আগামীতে গরীব এবং উপেক্ষিত নাগরিকদের মৃত্যু যার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর দূরদৃষ্টির অভাবকে ধন্যবাদ, আমাদের মনোযোগ কেবল মৃত ডলফিন খুঁজে ফেরার মধ্যে সীমাবদ্ধ থাকবে না-সাথে মানবদেহে রোগ ছড়িয়ে পড়ার দিকেও নজর দিতে হবে। | En qualsevol altre lloc del món el govern s'hauria enfrontat a un litigi públic per posar en perill la salut dels ciutadans. Puc veure com milers de persones pobres i ignorants moriran en els pròxims dies per culpa de les males decisions que ha pres Bangladesh Petroleum Corporation (la Corporació de Petroli del Bangla Desh). |
59 | সুন্দরবনের নদী ও খাল দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধের দাবীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। | No només ens hauríem de centrar en buscar els dofins morts, sinó també els humans contaminats! |
60 | এই বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ না থাকার কারণে বাংলাদেশকে তার পরিবেশগত সমস্যা মোকাবেলায় সুশীল সমাজ এবং স্বেচ্ছাসেবকদের উপর নির্ভর করতে হবে। | Algunes protestes demanaven a les autoritats que prohibissin als vaixells mercants i als vaixells de càrrega utilitzar els rius i canals dels Sundarbans. |
61 | | Davant l'absència de mesures efectives per part del govern, el Bangla Desh haurà de seguir confiant en la societat civil i en els voluntaris per tal de resoldre aquesta crisi ambiental. |