Sentence alignment for gv-ben-20150911-50035.xml (html) - gv-cat-20150818-10205.xml (html)

#bencat
1দুর্নীতি উন্মোচন করার প্রেক্ষাপটে মালয়েশিয়ার দুটি সংবাদপত্রের প্রকাশনা স্থগিতের বিরুদ্ধে বিক্ষোভManifestacions a Malàisia pel tancament dels diaris que van publicar un cas de corrupció
2মালয়েশিয়া স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ দি এজ -এর ফেসবুক পাতা থেকে নেওয়া।Imatge de la pàgina de Facebook de “Malaysians stand in solidarity with The Edge” (Malaisis en solidaritat amb The Edge).
3প্রায় ৩০০-এর বেশী সাংবাদিক একটিভিস্ট, আইনজীবী এবং সচেতন নাগরিক ৮ আগস্ট কুয়ালালমপুরের কেন্দ্রীয় মার্কেটের সামনে জড়ো হয়েছিল মালেশিয়া সরকারে দুটি সংবাদপত্রের প্রকাশনা স্থগিত করে রাখা এবং সংবাদ ওয়েবসাইট ব্লক করে রাখার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।Més de 300 periodistes, activistes, advocats i ciutadans preocupats es van reunir al mercat central de Kuala Lumpur el passat 8 d'agost per a protestar contra la suspensió de dos periòdics i el bloqueig d'una pàgina web de noticies per part del govern malaisi.
4এই কর্মসূচি যা #এ্যাটদিএইজক্যাম্পেইন নামে পরিচিত তা সরকারের প্রবল মিডিয়া সেন্সরশিপের বিরুদ্ধে মাঠে নেমে এসেছে।A l'esdeveniment, que és part de la campanya #AtTheEdge, es tatxava l'acció del govern de censura evident als mitjans de comunicació.
5গত ১৯ জুলাই, সারাওয়াকের দুর্নীতি নিয়ে আওয়াজ সৃষ্টিকারী ওয়েবসাইট মালয়েশিয়ায় বন্ধ করে দেওয়া হয় মূলত “যাচাই না করে তথ্য” পোষ্ট করার জন্য, যা ছিল ১(ওয়ান) এমডিবি-এর দূর্নীতির কেলেঙ্কারির বিষয়ে, ওয়ান এমডিবি হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালিত বিনিয়োগ প্রতিষ্ঠান।El passat 19 de juliol es va bloquejar la pàgina web de denuncies Sarawak Report per publicar “informació no verificada” sobre l'escàndol de corrupció en que està implicada 1MDB, una companyia d'inversió dirigida pel govern. Uns dies més tard, dos periòdics de The Edge van rebre una suspensió de tres mesos per suposadament publicar documents falsos sobre l'1MDB.
6El primer ministre Najib Razak també s'hi ha vist implicat després que el Wall Street Journal publiqués un informe en què afirma que Najib va rebre 700 milions de dòlars americans en transferències bancàries a través de l'1MDB.
7এর কয়েকদিন পরে, ওয়ানএমডিবি সম্বন্ধে সাজানো নথি দিয়ে সংবাদ প্রদানের অভিযোগে দি এজ-নামক প্রকাশনা গোষ্ঠীর দুটি সংবাদপত্রের প্রকাশনা তিন মাসের জন্য স্থগিত করা হয়।Després de reunir-se al mercat, la multitud va marxar cap a l'edifici del Consell d'Advocats.
8যখন ওয়াল স্ট্রিট জার্নালে অভিযোগ আকারে সংবাদ প্রকাশ করা হয় যে ওয়ানএমডিবি-এর মাধ্যমে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার দেশটির প্রধানমন্ত্রীর ব্যাংক একাউন্টে হস্তান্তর করা হয়েছে তখন এই স্থগিতাদেশের বিষয়টি একই সাথে প্রধানমন্ত্রী কর্তৃক জারি করা হয়।La manifestació exigia la protecció de la llibertat d'expressió, el desbloqueig de les pàgines web de noticies, la revocació de la suspensió contra The Edge i el reconeixement del dret públic a conèixer tota la informació sobre l'1MDB. A continuació trobareu algunes de les pancartes i banderes emprades a la manifestació:
9বাজারে সমবেত হওয়ার পর, জনতা বার কাউন্সিল ভবনের দিকে এগিয়ে যেতে শুরু করে।De la pàgina de Facebook de “Malaysians stand in solidarity with The Edge”.
10এই র‍্যালি বাক স্বাধীনতা রক্ষা, সংবাদপত্রের ওয়েব সাইট খুলে দেওয়া, এজের বিরুদ্ধে প্রদান করা স্থগিতাদেশ তুলে নেওয়া, এবং ওয়ানএমডিবি সম্বন্ধে সকল তথ্য জানার জনতার অধিকারের প্রতি স্বীকৃতি প্রদানে দাবী জানায়।Text de les pancartes (d'esquerra a dreta): “No dispareu al missatger!”, “Defensa la llibertat de premsa”, “Atureu la persecució dels mitjans de comunicació”, “Allibereu el nostre quart estat!” i “El periodisme no és un crim”.
11নিচে এই র‍্যালিতে বহন করা কিছু প্ল্যাকার্ড এবং ব্যানার এখানে তুলে ধরা হল:De la pàgina de Facebook de “Malaysians stand in solidarity with The Edge”.
12মালয়েশিয়া স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ দি এজ -এর ফেসবুক পাতা থেকে নেওয়াAquí trobareu algunes fotos publicades a Twitter emprant l'etiqueta #AtTheEdge:
13এ্যাট দি এইজ নামক টুইটার হ্যাশট্যাগ থেকে নেওয়া আরো কিছু ছবি এখানে তুলে ধরা হল:Avui he participat amb orgull a la manifestació de #AtTheEdge amb els meus companys malaisis i periodistes.
14এ্যাট দি এইজ শোভাযাত্রায় সহকর্মী মালয়েশীয় এবং সাংবাদিকদের পক্ষে গর্বের সাথে অবস্থান গ্রহণ করেছি।Els feministes donen suport a la llibertat d'expressió i d'opinió #AtTheEdge
15মত প্রকাশ এবং মতামতের স্বাধীনতার প্রতি নারীবাদীদের সমর্থন“Fer preguntes sobre l'#1MDB no és pas un crim” #AtTheEdge
16ওয়ানএমডিবি সম্বন্ধে প্রশ্ন করা কোন অপরাধ নয়।El periodisme no és un crim. #AtTheEdge
17সাংবাদিকতা কোন অপরাধ নয়#AtTheEdge #808 http://t.co/PibBWYtaRn pic.twitter.com/y60xPrsTqv
18এ্যাট দি এইজে- Umapagan (@umapagan) August 8, 2015
19ফেসবুকে তার লেখা এক স্ট্যাটাস আরুনা সেনা এর সাথে তার একাত্মতা প্রকাশ করেছে :Aruna Sena va expressar la seva solidaritat mitjançant una publicació a Facebook:
20মিডিয়াকে নত করা এবং মিডিয়ায় প্রবেশের অধিকার ক্ষুণ্ণ করা আমাদের সীমাবদ্ধ করা, মানুষের জন্য, তথ্য এবং সংবাদের উৎসের প্রতি আমাদের অধিকারের প্রতি এক ভয়ানক আঘাত।Limitar els mitjans de comunicació i l'accés a aquests és un acte descarat de poder per a limitar-nos a nosaltres, éssers humans, el dret a les fonts d'informació i de noticies.
21এটা একই সাথে বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করা এবং একই সাথে সাংবাদিকতা সীমাবদ্ধ করার মত এক ভয়ানক কর্ম।També és un acte descarat per a limitar la llibertat d'expressió i el periodisme.
22গত কাল এ্যাট দি এজ নামক কর্মসূচিতে দেখা গেছে সকল আশা তিরোহিত হয়নি যেহেতু আমি প্রত্যক্ষ করেছি যে খালি হাতের প্রচার মাধ্যম কর্মী আমাদের মত সাধারণ নাগরিকের কাছে সংবাদ প্রদান এবং তথ্য পৌঁছে দেওয়ার মত তাদের অধিকারের জন্য দাঁড়িয়ে আছে।Encara no s'ha perdut tota esperança, ja que ahir vaig veure a la manifestació de # atTheEdge com els integrants dels mitjans sortien a defensar el seu dret a informar i a entregar-nos la informació a nosaltres, el poble.
23আর দেখার জন্য এক আসাধারণ এলাকা।I això és un espectacle que fa goig de veure.
24মিডিয়ার উপর এক রাজনৈতিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে এটি একটি দারুণ কর্মসূচিতে পরিণত হয়েছে।Bona assistència al #808 #AtTheEdge Allibereu els mitjans de comunicació del control polític! .
25আপনারা হয়ত এজ নামের পত্রিকার প্রকাশনা স্থগিত করতে পারেন কিন্তু আপনার সত্য প্রকাশ স্থগিত করতে পারেন না।@Ambiga_S: Avui dia no hem d'oblidar mai els abusos de poder. Podeu suspendre The Edge, però no podeu suspendre la veritat!”
26২৯ আগস্টে আরো বড় এক র‍্যালির আয়োজন করা হবে।S'està preparant una manifestació major per al 29 d'agost.
27এইবার বিষয়টি কেবল প্রচার মাধ্যমের স্বাধীনতা নিয়ে হবে না।Aquesta vegada no es limitarà a la llibertat de premsa.
28বেরিশ ৪ নামের এই র‍্যালিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবী করা হবে।La manifestació, coneguda com Bersih 4, exigeix la dimissió del primer ministre.