Sentence alignment for gv-ben-20131110-39169.xml (html) - gv-cat-20131002-6964.xml (html)

#bencat
1নির্মাতাদের শ্যেন দৃষ্টি পড়ায় পেরুতে প্রাচীন পিরামিড ধ্বংস হয়ে গেছেEls peruans lluiten per salvar les piràmides de l'especulació immobiliària
2এই পোস্টটি মূল পর্তুগীজ ভাষায় লিখেছেন জেসিকা মোটা যা #পাত্রিমোনিও আমিকাডো (পর্তুগীজ ভাষায় “হুমকির মুখে ঐতিহ্য”) সম্পর্কিত ধারাবাহিকের অংশ হিসাবে গত ২১শে আগস্ট ২০১৩ তারিখে ব্রাজিলের অনুসন্ধানমূলক সংবাদ সংস্থা আজেন্সিয়া পুবলিকা কর্তৃক প্রথম প্রকাশিত হয়েছিল।L'article escrit per Jessica Mota va ser primer publicat [pt] el 21 d'agost de 2013 per l'agència de periodisme d'investigació brasilera Agência Pública com a part de la sèrie #PatrimônioAmeaçado (Patrimoni Amenaçat en portuguès)
3২৯শে জুন, শনিবার, বিকাল চারটের সময় ৫১ বছর বয়স্ক মহিলা এস্টিকিলা রোসালেস তাঁর খুবই পরিচিত পুরাতাত্ত্বিক স্থানটির অপর দিক থেকে আসা একটি শব্দ শুনেছিলেন।Eren les quatre de la tarda del 29 de juny, dissabte, quan Estequilla Rosales, una peruana de 51 anys, va sentir un soroll que venia de l'altra banda d'un jaciment arqueològic que coneixia bastant bé.
4তিনি কাপাক সুমাক আইল্লু [স্প্যানিশ ভাষায়], সমিতিটির ভাইস প্রেসিডেন্ট হিসাবে ১৪ বছর ধরে পেরুর জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য এল পারাইসোতে ৪৫ হেক্টর জায়গা জুড়ে থাকা পেরুর অন্যতম বৃহত্তম এবং প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্স রক্ষায় সাহায্য করার দায়িত্বে আছেন।Com a vicepresidenta de l'associació Kapaq Sumaq Ayllu ha estat responsable d'ajudar a vetllar per un dels patrimonis culturals del Perú: el complex arqueològic El Paraíso que amb 45 hectàrees és un dels més extensos i antics del Perú.
5এটিই সেই স্থান যেখানে তিনি তাঁর দিনগুলি কাটান। এবং এর কাছাকাছি সান্টা জোসেফিনা পাহাড়ে তিনি তাঁর বাড়ি বানিয়েছেন।És en aquesta zona on passa els seus dies i hi viu a prop, a Santa Josefina, on s'ha construït una casa.
6শব্দটা এমন একটা কিছু থেকে আসছিল যা এস্টিকিলা কখনোই আশা করেন নি, এমনকি কখনো দুঃস্বপ্নেও ভাবেন নি।Estequilla no s'hauria imaginat l'origen del soroll ni en el pitjor dels malsons.
7একদল লোক স্থানটিতে অবস্থিত এগারোটি পুরাতাত্ত্বিক ঢিবির মধ্যে একটিকে ধ্বংস করার জন্য ভারী যন্ত্র ব্যবহার করছিল।Un grup d'homes amb màquines pesants estaven destruint un dels onze turons registrats al jaciment.
8এই ছোট ঢিবির নিচে, চার থেকে ছয় মিটার লম্বা এবং ২. ৫ বর্গ কিলোমিটার জুড়ে প্রাচীন কালের একটি ইনকা-পূর্ব পিরামিড ছিল।A sota del turó en qüestió s'hi amagava una piràmide preincaica de gran antiguitat, d'entre 4 i 6 metres d'alçària i que ocupava una superfície de 2,5 quilòmetres quadrats.
9এই স্থানেই এল পারাইসো পিরামিডগুলির একটিকে ভেঙে ফেলা হয়েছিল, যার চিহ্ন বালিতে দেখা যাচ্ছে।A la sorra es pot apreciar el lloc que ocupava la piràmide que van enderrocar a El Paraíso.
10ছবি: জেসিকা মোটা/আজেন্সিয়া পুবলিকাFotografia de Jessica Mota / Agência Pública.
11“আমি মরিয়া হয়ে উঠেছিলাম, এখানে কোনো টেলিফোন সিগন্যাল না থাকায় কী করব বুঝতে পারছিলাম না।“Estava desesperada, no sabia què fer perquè aquí no hi ha cobertura telefònica.
12তাই আমি পাহাড়ে চড়েছিলাম এবং প্রহরীকে পুলিশ ডাকতে বলেছিলাম”, এস্টিকিলা স্মরণ করেছিলেন: এখন আমি শান্ত বোধ করছি।El que vaig fer va ser pujar el turó i dir-li al vigilant que avisés la policia”
13কিন্তু যখন এটি ঘটেছিল, আমি প্রকৃতই একটি গভীর বেদনা অনুভব করেছিলাম, মনে হয়েছিল যেন এটা কোনো মানুষ, এমন কেউ যে আমার খুব প্রিয়। কারণ এটা আমার দেশের অংশ, ওরা আমার পরিচিতি, আমার সংস্কৃতিকে খুন করছিল।Ara ja estic més tranquil·la, però quan va passar vaig sentir un immens dolor, com si es tractés d'una persona, d'algú molt estimat per mi. Com que és part del meu país, estaven assassinant la meva identitat, la meva cultura.
14যেমন অনেকেই বলবেন, এটি যেন দেশের প্রতি একটা বিশ্বাসঘাতকতা।I això és, com se sol dir, una traïció a la pàtria.
15আমি গভীরভাবে দুঃখিত যে একজন পেরুবাসী এতটাই নির্বোধ হতে পারে যে সে এই ধরনের বিধ্বংসী কাজ করতে পারে।Em sap molt de greu que un peruà pugui ser tan ignorant com per destrossar una cosa així.
16পেরুর লিমা রাজ্যের অন্তর্গত এল পারাইসো প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্সের অবস্থান।Emplaçament del complex arqueològic El Paraíso a l'estat de Lima, Perú.
17নকশা: আজেন্সিয়া পুবলিকার পক্ষ থেকে ব্রুনো ফনসেকাDisseny: Bruno Fonseca per a l'Agência Pública.
18লিমা থেকে এক ঘন্টার দূরত্বে সান মার্টিন ডি পোরেস প্রদেশে এল পারাইসো প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্স এমন একটি এলাকায় অবস্থিত যেখানে রিয়েল এস্টেট ব্যবসার দূরকল্পনা বৃদ্ধি পাচ্ছে।A una hora de Lima, a la província de Sant Martí de Porres, el complex arqueològic El Paraíso està situat en una zona que pateix la pressió de l'especulació immobiliària.
19১৯৫০ এর দশকে আবিষ্কৃত হওয়া এই স্থানটি, ২০১২ সালের ডিসেম্বর মাসে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পটির বাস্তবায়ন করা্র আগ পর্যন্ত অবহেলিত ছিল।Descobert als anys 50, el jaciment va restar inactiu fins que el 2012 el Ministeri de Cultura va engegar el projecte.
20বছর শেষ হতেই, স্থানটির চারপাশের জায়গাগুলি ধীরে ধীরে ব্যক্তিগত মালিকানার অধীনে চলে গিয়েছিল।Al llarg dels anys 50, als voltants del jaciment s'hi van anar aixecant construccions particulars.
21বর্তমানে, পুরাতাত্ত্বিক স্থানটির সীমানার ঠিক পাশ থেকেই শুরু হয়েছে ব্যক্তিগত জমি-জায়গা আর চাষের জায়গা।Actualment, la frontera del jaciment és on comencen els terrenys i camps privats.
22স্থানটিতে ১২টি চিন্হিত পিরামিড ছিল।Hi ha dotze piràmides registrades.
23১৯৬৫ এবং ১৯৬৬ সালের মধ্যে স্যুইস পুরাতত্ত্ববিদ ফ্রেড্রিক এঞ্জেল প্রধান পিরামিডটিকে প্রায় সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করেছিলেন।La principal va ser restaurada gairebé del tot per l'arqueòleg suís Fredéric Engel del 1965 al 1966.
24২০১৩ সালের জানুয়ারী মাসে, পেরুভিয়ান মিনিস্ট্রি অব কালচার-এর খননকার্যের দায়িত্বে থাকা বিভাগটির আবিষ্কৃত প্রমাণ থেকে সিদ্ধান্ত আসা গিয়েছিল যে এল পারাইসো মিশরের পিরামিডগুলি বা মেসোপটেমিয়ার সভ্যতার মতোই প্রাচীন - ৪,৫০০ থেকে ৪,৮০০ বছরের পুরানো, এইগুলিই আমাদের ল্যাটিন আমেরিকা মহাদেশের জন্মভূমি।El gener de 2013, el sector del Ministeri de Cultura peruà responsable de les excavacions va descobrir evidències que apunten que les piràmides són tan antigues com les d'Egipte o la civilització de Mesopotàmia. Amb una antiguitat d'entre 4.500 i 4.800 anys, seria un dels bressols de la civilització del continent llatinoamericà.
25এটাই প্রমাণ যে স্পেন, চার্চ এবং এমনকি খ্রীষ্টেরও পূর্বে লিমা একটি গুরুত্বপূর্ণ প্রধান শহর হয়ে উঠেছিল।Abans de l'arribada dels espanyols, l'església i fins i tot de Jesucrist, Lima ja era una gran ciutat de capital importància.
26এল পারাইসোতে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক গড়ে তোলা প্রকল্পের মুখ্য পুরাতত্ত্ববিদ, মার্কো গিলেন বুঝিয়ে বলেছিলেন যে:Marco Guillén, cap del projecte arqueològic del Ministeri de Cultura, explica que:
27সারা বিশ্বে সময়ের সঙ্গে সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রেখেছে চলেছে এমন মাত্র কয়েকটি শহরে মধ্যে এটি অন্যতম।És una de les poques ciutats del món que presenta continuïtat cultural al llarg del temps.
28এবং এটা একটি বিরাট সুবিধা।I és un gran avantatge.
29(…) পেরুর প্রধান শহর লিমায় প্রাচীনতম ওয়াকা (প্রাচীন এবং পবিত্র সৌধ) আছে।(…) Lima, la capital, té el waka més antic del Perú [sic] (monument sagrat de l'antiguitat).
30এইভাবেই এখানে সভ্যতার অভ্যুদয় হয়েছিল।La civilització va sorgir aquí.
31পিরামিডটি ধ্বংস করা পেরুর ইতিহাসের একটি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলার সমার্থক।Destruir la piràmide és com arrencar una pàgina del llibre de la història del Perú.
32কী যে ঘটেছিল তা সন্ধানের আর কোনো উপায় নেই।No hi ha manera de saber què va passar.
33রাস্তার মাঝখানে একটি পিরামিড ছিলAl mig del camí hi havia una piràmide
34আপনি লিমা ছেড়ে বেরোনোর পর, এল পারাইসোতে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি মাইক্রোবা্সে উঠতে হবে - এটি এক ধরনের ভ্যান যা লিমার অন্যান্য ধরনের জন পরিবহন ব্যবস্থাকে ছাপিয়ে গেছে - এবং পার্শ্ববর্তী শহর প্রো পর্যন্ত যেতে হবে।Quan surts de Lima per anar a El Paraíso has d'agafar un microbús -com una furgoneta que supera en nombre els altres transports públics de Lima- fins al municipi veí de Pro.
35এটি পেরুর রাজধানীর জনবহুল রাস্তাঘাটের মধ্য দিয়ে ৪০-মিনিটের যাত্রাপথ।És un viatge de 40 minuts a través del trànsit dens de la capital peruana.
36সেখান থেকে আরো দুটি মাইক্রোবাসে যাত্রা করে আপনি পৌছে যাবেন স্টেশনের কাছে একটি গাড়িতে, যার চালকের আসনে আছেন অ্যাসোসিয়েশন কাপাক সুমাক আয়লু-এর এক সদস্য।Des d'allí s'han d'agafar dos microbusos més fins al cotxe, que es troba a prop de la terminal i condueix un dels membres de l'Associació Kapaq Sumaq Ayllu.
37স্থানটি প্রাকৃতিক দৃশ্যাবলী রিক্ত, কিছু অতি সাধারণ ঘরবাড়ির চিহ্ন দেখা যায়।Cases humils esquitxen l'àrid paisatge.
38কমপ্লেক্স-এ যাওয়ার সরু রাস্তায় এসে পৌঁছানোর পর, আপনি দেখতে পাবেন খোলা আবর্জনা, শকুন আর দেখতে পাবেন বাচ্চাদের, যারা ময়লার মধ্যে থেকে খেলনা খুঁজছে।Al llarg del camí estret que mena al complex arqueològic s'hi poden veure deixalles escampades, voltors i nens que juguen entre la brossa.
39“আমরা যখন পৌঁছলাম, তখন সেখানে প্রতিটা পাহাড়ে বিলবোর্ড লাগানো ছিল।“Quan vam arribar hi havia cartells a tots els turons.
40তারা মনে করে যে এই স্থানটি তাদের মালিকানাভুক্ত”, বলেছিলেন প্রকল্পের একজন পুরাতত্ত্ববিদ।Creuen que aquesta zona els pertany”, diu un dels arqueòlegs del projecte.
41সাইনবোর্ডে লেখা ছিল “১৯৮৪ সালের ৪ঠা আগস্ট অনুমোদিত ব্যক্তিগত সম্পত্তি”, এর পরে স্থানটির বিবরণ এবং এটির নিবন্ধন নম্বর দেওয়া ছিল।El rètol diu: “Propietat privada reconeguda el 8 d'agost de 1984″, seguit d'una descripció de la zona i el número de registre (N.T.).
42ছবি: জেসিকা মোটা/আজেন্সিয়া পুবলিকাFoto: Jessica Mota / Agência Pública.
43পুরো রাস্তাটির পাশ জুড়ে থাকা একটি দেওয়াল আমি দেখতে পাই।Veig un mur que voreja tota la carretera.
44“এটা একটা দেওয়াল”, গাড়ির পেছনে বসে থাকা এল পারাইসো প্রকল্পের মাঠ প্রধান, মিগুয়েল ক্যাস্টিলো বলেছিলেন।“És una muralla”, m'explica Miguel Castillo, cap del camp de treball de El Paraíso, que seu al seient de darrere.
45পরে আমি দেখতে পেয়েছিলাম যে দেওয়ালটি ৩০ কিলোমিটার দীর্ঘ এবং এলাকাটির পাহাড়গুলিকে বেষ্টন করে আছে।Més tard descobreixo que el mur té 30 quilòmetres i encercla els turons de la zona.
46সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে, এটি রাস্তাটির পাশ ধরে ব্যক্তিগত বাড়ি ও জমির মধ্যে ঢুকে পড়েছে।Al llarg dels anys les construccions i les parcel·les particulars li van guanyar terreny progressivament.
47ক্যাস্টিলো স্বগোক্তি করতে থাকে:Castillo considera que:
48প্রশাসন অকার্যকর।El Govern no és eficient.
49সৌধগুলি রক্ষা করতে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আছে তার, কিন্তু কিছুই করে না।Té els mitjans per vetllar pels wakas [sic] però no ho fa.
50ব্রাজিল, আর্জেন্টিনাতেও একই অবস্থা … আমাদের যা আছে তা হল প্রত্নতাত্ত্বিকদের মতো কয়েকজন ব্যক্তির, কাছ থেকে পাওয়া ব্যক্তিগত উদ্যোগ।El mateix passa al Brasil i a l'Argentina… El que tenim és la iniciativa d'algunes persones, dels arqueòlegs.
51কিন্তু তা যথেষ্ট নয়।Però no n'hi ha prou.
52এক সপ্তাহ আগে, কাপাগ অ্যাসোসিয়েশনের সুরক্ষা কর্মী সহ অন্যান্য সদস্যরা একটি আক্রমণের শিকার হয়েছিলেন।Membres de l'associació Kapag i també vigilants dels jaciments van ser atacats la setmana anterior.
53তাই যে স্থানে পিরামিডটি ধ্বংস হয়েছে সেখানে যাওয়ার সময়ে আমাদের দল, মানে প্রত্নতাত্ত্বিকদের দলটির সাথে সুরক্ষার প্রদানের জন্য একজন প্রহরী ছিলেন।Durant la visita, per raons de seguretat, un vigilant va acompanyar el nostre grup format per un equip d'arqueòlegs mentre recorríem la zona on abans s'alçava la piràmide.
54স্থানীয় কর্মীরা যারা পূর্বে খননকার্যে নিয়োজিত হয়েছিলেন, তারা এখন পাহাড়ের উপরে বসে দেখতে থাকেন।Els treballadors locals que hi solien treballar ara seuen als turons vigilant.
55পিরামিডটি ভেঙে দেওয়ার পরে, সুরক্ষা কর্মী দ্বিগুণ করা হয়েছে।Després de l'incident de la piràmide s'ha doblat la seguretat.
56এখন সেখানে চারজন পুলিশ কর্মী আছেন যারা স্থানটিকে দিবারাত্র রক্ষা করেন, একই সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বেসরকারী সংস্থা থেকে দুজন প্রহরীকে ভাড়া করা হয়েছে, এবং তারা সকলে মিলে ৪৫ হেক্টর ব্যপী সমগ্র জমিটিকে নজরে রাখার বড় একটা প্রচেষ্টা চালান।Quatre policies custodien el lloc de dia i de nit i, a més, el Ministeri de Cultura ha contractat dos vigilants d'una companyia de seguretat privada per intentar protegir el patrimoni de l'extens terreny de 45 hectàrees.