# | ben | cat |
---|
1 | গ্রীসের ৩০ জন বেকারের জন্য কাজের সুযোগ করে দিল একটি টুইটার হ্যাশট্যাগ | Trenta persones a Grècia troben feina gràcies a una etiqueta de Twitter |
2 | গ্রীক ভাষায় দেয়াল লিখন, “আমি কোন কিছুই আশা করতে পারিনা, আমি কোন কিছুর জন্যই ভীত নয়, কারণ আমি একজন বেকার”। | Aquest article forma part de l'acord de col·laboració entre Global Voices i Vilaweb. |
3 | একটি সময়ে, যখন গ্রীসে বেকারত্বের অবস্থা টলটলায়মান হয়ে আশঙ্কাজনক ভাবে ২৭ শতাংশে গিয়ে পৌঁছে, তখন একটি টুইটার হ্যাশট্যাগ সে দেশের প্রায় ৩০ জন লোককে নতুন কাজ পেতে দারুণভাবে সহায়তা করে। | Aquest grafit en grec diu “No tinc esperança en res, no tinc por de res, estic desocupat”, una versió particular d'una famosa citació d'un autor grec. Foto de SpirosK via Flickr. |
4 | অক্টোবর মাসের প্রারম্ভে ব্যবহারকারী @ডিমিট্রিস্করিড সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের দেশে এবং বিদেশে কাজের সুযোগ সম্পর্কে তথ্য শেয়ার করতে সাহায্য করার জন্য #আগেলিসারগাসিয়াস (চাকরির বিজ্ঞাপন) নামের হ্যাশট্যাগটি চালু করেন। | CC BY-NC-ND 2.0 En una època en què la desocupació ha arribat al 27% a Grècia, una etiqueta de Twitter ha ajudat una trentena de persones a trobar feina. |
5 | এর সহজে প্রবেশযোগ্য চাকুরীর পোর্টাল ব্যবহারের জন্য টুইটার ব্যবহারকারীদের ধন্যবাদ দেওয়ার মধ্য দিয়ে গত ১১ ডিসেম্বর তারিখে, ১১ ঘন্টার জন্য গ্রিক টুইটারে হ্যাশট্যাগটি একটি তুমুল আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। | L'etiqueta #aggeliesergasias (#avísdefeina, en grec), la va crear l'usuari @dimitrischrid al començament del mes d'octubre passat per ajudar els usuaris dels mitjans socials a compartir informació sobre ofertes de feina a Grècia i a fora. |
6 | আপনি কি জানেন যে, #আগেলিসারগাসিয়াস হ্যাশট্যাগটি গত বুধবার ১১ ডিসেম্বর তারিখে, ১১ ঘন্টার জন্য গ্রিক টুইটারে একটি তুমুল আলোচ্য বিষয় হয়ে উঠেছিল ? | L'11 de desembre, l'etiqueta va ésser durant onze hores tema dominant entre la comunitat tuitaire grega, gràcies al multitudinari ús que en feien els usuaris de Twitter i els portals de feina. |
7 | দেশে বেকারত্ব বৃদ্ধি সমস্যার বিরুদ্ধে এটা ইন্টারনেটে সংহতির প্রতীক হয়ে উঠেছে। | Sabíeu que #aggeliesergasias va ser tema dominant el dimecres 11 durant onze hores a Grècia? |
8 | বেশ কিছু গ্রিক সংবাদমাধ্যমে এই উদ্যোগের কথা উঠে এসেছে এবং এটিকে তাঁরা সহজ, বুদ্ধিমান এবং কার্যকর হিসেবে তুলে ধরেছে। | L'etiqueta ha esdevingut un símbol de la solidaritat a internet respecte al problema creixent de la desocupació al país. |
9 | কিপ টকিং গ্রিস নামক ব্লগটি এই অর্থনৈতিক সংকট দ্বারা প্রভাবিত গ্রীকদের “বাস্তব” গল্প শেয়ারে নিবেদিত। তাঁরা লিখেছে: | Alguns mitjans grecs s'han fet ressò de la iniciativa i n'han destacat la simplicitat, la intel·ligència i l'efectivitat. |
10 | কয়েক দিনের মধ্যে, অশান্তি ছড়িয়ে পড়ছিল: টুইটার ব্যবহারকারীরা তাঁদের জানা মতে বিভিন্ন পেশা সংক্রান্ত প্রস্তাব এখানে পোস্ট করতে শুরু করেন, যেখানে চাকুরিপ্রার্থীরাও তাদের অনুরোধ পোস্ট করতে থাকেন। | El blog Keep Talking Greece [en], dedicat a compartir històries de “grecs reals” afectats per la crisi, escrivia: En pocs dies ha esclatat: els usuaris de Twitter s'han posat a escriure piulades amb ofertes de feina que els arriben, mentre que els demandants de feina han començat a penjar-hi sol·licituds. |
11 | পুনরায় টুইট এবং পছন্দতে যোগ করার মধ্য দিয়ে এই আধুনিক, সামাজিক মিডিয়া সেটে অথবা জেনেভায়, লন্ডন বা প্রিভেজাতে, এথেন্স বা জান্থিতে কাজের প্রস্তাব খোঁজার পথ দ্রুত সফল করে তোলে। | Les repiulades i els favorits han ajudat a convertir ràpidament en un èxit aquest mitjà modern per a fer visibles, a través dels mitjans socials, feines proposades a Atenes o a Xanthi, a Londres o a Preveza, a Creta o a Ginebra. |
12 | উদ্ভাবক @ডিমিট্রিস্করিড প্রটাগন খবর ওয়েবসাইটে হ্যাশট্যাগটি এ পর্যন্ত কি ধরণের প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা করেছেন: | El creador @dimitrischrid va explicar al portal de notícies Protagon [el] l'efecte que havia tingut l'etiqueta fins aleshores: |
13 | এখনও পর্যন্ত এটা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চাকরি অনুসন্ধানের জন্য এই পদ্ধতি সম্পর্কে অনেকেই জানেন না। প্রায় ৩০ জন ব্যবহারকারি আমার কাছে বার্তা পাঠিয়ে বলেছে যে তার কাজ খুঁজে পেয়েছেন এবং এই জন্য আমাকে তাঁরা ধন্যবাদ জানিয়েছেন। | Fins ara, tot i que és molt d'hora i molta gent no sap aquesta manera de cercar feina, una trentena de persones m'han enviat missatges per dir-me que n'han trobada i m'ho volien agrair. |
14 | […] আমারা প্রত্যেকেই একটি হ্যাশট্যাগ তৈরি করতে পারি। এর সাফল্যের জন্য আমার অর্থ প্রাপ্তির কোন সুযোগ নেই, কিন্তু আমার প্রতিদিনের পাওয়া নৈতিক পুরস্কার বিশ্বের সমস্ত অর্থের সমতুল্য। | […] Cadascú de nosaltres pot fer una etiqueta, per a la qual no cal ésser pagats tot i que obtingui èxit: la recompensa moral que rebo cada dia val tot l'or del món. |
15 | এছাড়াও প্রচেষ্টাটি ফেসবুকেও প্রসারিত হয়েছে। | L'esforç també s'ha expandit per Facebook [el]. |