Sentence alignment for gv-ben-20110619-18119.xml (html) - gv-cat-20111026-327.xml (html)

#bencat
1ই ডে: সেলিব্রেটিদের প্রিয় শব্দ আবিষ্কারDia E: Descobrint les paraules preferides dels famosos
2গায়িকা শাকিরা, অভিনেতা গেল গার্সিয়া বার্নেল, পাচক ফেররান আদ্রিয়া এবং লেখক মারিয়ো ভার্গাস ইয়োসা এদের মধ্যে মিল কোথায়?
3তারা এবার ৩০ জন সেলিব্রেটির একটি দলের অংশ, যারা ভিডিওর মাধ্যমে তাদের প্রিয় স্প্যানিশ শব্দের কথা জানাচ্ছে।Què tenen en comú la cantant Shakira, l'actor Gael García Bernal, el xef Ferran Adrià i l'escriptor Mario Vargas Llosa?
4সারভেন্তাস ইন্সটিটিউট নামক প্রতিষ্ঠানের ই ডে নামক বিশেষ দিবস উদযাপনের এক উদ্যোগ হিসেবে এই ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ই ডে উদযাপনের জন্য প্রস্তুতিTots ells formen part del grup de trenta famosos que, a través d'un vídeo, han compartit la seva paraula preferida en castellà com a part de les celebracions pel ‘Dia E' de l'Institut Cervantes.
5সারভেন্তাস ইনিস্টিটিউট অফ স্প্যানিশ নামক প্রতিষ্ঠানটি স্প্যানিশ ভাষা উদযাপন সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নেয়।
6এটি উপলক্ষ্যে সারা বিশ্বে এক সংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রম এই প্রতিষ্ঠান আয়োজন করে, ঠিক সামার সলিস্টিক বা গ্রীষ্মকালীন সময় শুরুর প্রথম দিনে (সামার সলিস্টিক-যে দিনটিতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে ঝুঁকে পড়ে)।L'Institut Cervantes del castellà té la intenció de celebrar la llengua castellana amb una sèrie d'esdeveniments culturals i educatius als centres Cervantes de tot el món el cap de setmana més proper al solstici d'estiu.
7আর এবার এই দিনটি শুরু হবে জুনের ১৮ তারিখে।Aquest any, ha caigut el dia 18 de juny de 2011.
8তাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানটি সারা বিশ্বের স্প্যানিশভাষী জনগোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়, যারা তাদের প্রিয় শব্দের ভিডিওর জন্য ভোট প্রদান করতে এবং এই সাইটে তারা অন্য ব্যক্তিদের সাথে শব্দ জব্দ (ক্রশ ওয়ার্ড) খেলতে পারবে।
9বিজয়ী ব্যক্তি স্পেনের আন্দালুসিয়ায় দুদিনের এক ভ্রমণের সুযোগ পাবে।A punt per celebrar el Dia E.
10তবে এবার যে সমস্ত ভিডিওতে সেলিব্রটিরা তাদের প্রিয় শব্দ উচ্চারণ করেছে তা জনগণের কাছে এক অন্যতম প্রিয় বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমনকি সে সমস্ত দেশগুলোতে যেখানে সারভেন্তাস ইনিস্টিটিউটের কোন উদযাপন অনুষ্ঠান নেই, সেখানেও এই সমস্ত ভিডিওগুলো প্রদর্শিত হচ্ছে।A través de la seva pàgina web han aconseguit captar l'interès dels hispanoparlants de tot el món, que han votat pel vídeo de la seva paraula preferida i han jugat a mots encreuats amb altres visitants de la pàgina amb l'oportunitat de guanyar un viatge per a dues persones a Andalusia.
11উদযাপন যখন তার তৃতীয় বর্ষে পা দিচ্ছে, তখন আমরা ৩০ জন সেলিব্রেটির সমর্থন এবং অংশগ্রহণের সাথে এগিয়ে যাচ্ছি, যারা বিভিন্ন বৈচিত্র্যময় পেশা থেকে আসা দক্ষ ব্যক্তি, তারা আমাদের জানাচ্ছে স্প্যানিশ ভাষায় কথা বলার অর্থ তাঁদের কাছে কি।
12যে কারণে আমরা সকল স্প্যানিশভাষী ব্যক্তিদের উৎসাহ প্রদান করছি যেন তারা এই উদ্যোগে অংশ নেয় যে, আমরা যে ভাষায় কথা বলি, আমাদের কাছে সেই ভাষার সবচেয়ে জনপ্রিয় শব্দটি যা তাদের বিবেচনায়ও প্রিয়, তাকে যেন তারা বেছে নেয়। এখানে প্রদর্শিত সকল ভিডিওর শিরোনাম স্প্যানিশ ভাষায় লেখা।Els vídeos dels famosos dient les seves paraules preferides s'han convertit en una de les principals atraccions per promocionar l'esdeveniment i fins i tot en uns altres països on no hi haurà celebracions als instituts Cervantes, els vídeos s'han emès per la televisió:
13যদি আপনি তা অন্য ভাষায় পাঠ করতে চান তাহলে দয়া করে ইউটিউব ভিডিওর ভাষা নামক শিরোনামে গিয়ে যে ভাষায় তা শুনতে চান, সেই ভাষার উপর ক্লিক করুন।En aquesta tercera edició, tenim el suport i la participació de trenta famosos dels més diversos camps del saber, que han compartit amb nosaltres el que suposa per ells parlar castellà.
14কলম্বিয়ার শিল্পী শাকিরা তার গান এবং নাচ দিয়ে দিয়ে সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছেন।Per això animem tots el hispanoparlants a participar en aquesta iniciativa triant una de les paraules de la nostra llengua que els més famosos han considerat la seva preferida.
15মাত্র কিছুদিন আগে ফুটবল বিশ্বকাপের সময় তার ওয়াকা ওয়াকা গানটি স্টেডিয়ামে ভুভুজেলা নামক বাঁশী এবং সারা বিশ্বের ঘরে ঘরে এক সঙ্গী হয়ে উঠেছিল।Tots els vídeos s'han subtitulat en castellà: si desitgeu llegir els subtítols en una altra llengua, si us plau, cliqueu l'opció de subtítols traduïts al vídeo de YouTube.
16এই ভিডিওতে, সে ব্যাখ্যা করছে কেন “মেলিফ্লুয়স” [সুমধুর] নামক শব্দটি তার কাছে স্প্যানিশ ভাষার সবচেয়ে প্রিয় শব্দ।L'artista colombiana Shakira s'ha fet famosa a tot el món per la seva manera de cantar i de ballar.
17অনেকে হয়ত মেক্সিকোর অভিনেতা গেল গার্সিয়া বার্নেল স্মরণ করতে পারেন, ইনি হচ্ছেন মোটর সাইকেল ডায়রি নামক ছবির সেই চে গুয়েভারা, আবার মাইকেল গনড্রাই-এর ছবি “দি সায়েন্স অফ স্লিপ”; ছবির, খ্যাপাটে স্টেফান।I, més recentment, per la Copa del Món, on la cançó Waka Waka es va convertir en la companya de vuvuzeles als estadis i les llars de tot el món. En aquest vídeo ens explica per què la paraula melifluo és la seva preferida en castellà.
18এই উদ্যোগের প্রেক্ষাপটে, তার প্রিয় স্প্যানিশ শব্দ হচ্ছে “কুইরেটারো” (মেক্সিকোর একটি শহরের নাম- যার আরেক অর্থ- নীল উভচরদের আবাসস্থল)।Potser la gent recorda l'actor mexicà Gael García Bernal com el Che a Diarios de motocicleta, o com l'excèntric Stéphane a la pel·lícula de Michel Gondry La ciència dels somnis.
19তার এই প্রিয় শব্দ তার প্রতি সেই সব ব্যবহারকারীদের সমর্থন এনে দিয়েছে যারা এই শব্দটিকে ভোট দিয়েছে।En aquest concurs, la seva paraula preferida, Querétaro, li ha concedit el suport dels usuaris, que li han atorgat milers de vots.
20তার এই শব্দের সপক্ষে হাজার খানেক ভোট পড়েছে। স্প্যানিশ বাবুর্চি ফেররান আদ্রিয়াকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাবুর্চি হিসেবে বিবেচনা করা হয় এবং তার রেস্টুরেন্ট এল বুলিকে সৃষ্টিশীল খাবার তৈরি এবং রান্নার সেরা তালিকায় রাখা হয়েছে।El xef català Ferran Adrià ha estat considerat el millor cuiner de tot el món i el seu restaurant, elBulli, va saltar a les primeres posicions de les llistes amb la seva visió innovadora del menjar i la cuina, mitjançant la deconstrucció dels elements i la transformació de textures, sempre mantenin el sabor.
21মূলত খাবারের উপাদানকে নতুনভাবে বিন্যাস করা এবং স্বাদকে অক্ষুন্ন রেখে খাবারের চেহারায় পরিবর্তন আনার কারনে সে তার এই সম্মান অর্জন করেছে ।
22এই ক্ষেত্রে তার বেছে নেওয়া শব্দ দৃশ্যত খাবার এবং রান্নার প্রতি তার মনোভাব তুলে ধরছে। তার প্রিয় শব্দ হচ্ছে আত্মা (সোল)।La paraula que ha triat sembla que reflecteix la seva manera d'entendre el menjar i la cuina: alma.
23পেরুর লেখক মারিও ভার্গাস ইয়োসা ২০১০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন। অবশ্য এই দশক প্রায় সবসময় এই পুরস্কারের তালিকা তার নাম থাকত।L'escriptor peruà Mario Vargas Llosa va guanyar el premi Nobel de literatura l'any 2010, després de ser nominat durant dècades.
24তার রাজনৈতিক জীবন এবং উদ্দীপনা অনুসারে, সারভেন্তাস ইনিস্টিটিউট-এর এই উদ্যোগের জন্য তার বেছে নেওয়া শব্দ হচ্ছে “স্বাধীনতা”।D'acord amb la seva carrera política i les seves aspiracions, la paraula que ha triat per a l'Institut Cervantes és libertad.
25অন্যান্য ব্যক্তিত্ব যেমন, অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডারাস, গায়ক আলেজান্দ্রো সানজ, গায়কা চেয়ানে, লেখিকা ইসাবেলা আয়েন্দে, অন্যদের সাথে তাঁদের পছন্দের শব্দটি প্রকাশ করেছেন।Més personalitats, com l'actor Antonio Banderas, els cantants Alejandro Sanz i Chayanne i l'escriptora Isabel Allende, hi han contribuït amb la seva paraula preferida. Podeu veure les entrades i votar la paraula preferida a Vota la teva paraula.
26এই লিঙ্কের মাধ্যমে আপনারা মনোনীত শব্দ দেখতে পাবেন এবং আপনার শব্দটিকে ভোট দিন নামক এই লিঙ্কের মাধ্যমে আপনার পছন্দের শব্দটিকে ভোট দিতে পারবেন।
27এই বছর ১৮ জুন ২০১১ তারিখে উদযাপন হতে যাওয়া এবং একই সাথে গতবছর পালিত হওয়া অনুষ্ঠানের ছবি আপনার তাদের ফ্লিকার পাতায় দেখতে পাবেন।Podeu veure fotografies de la preparació de les celebracions del 18 de juny, com també esdeveniments d'anys anteriors, a Flickr.