# | ben | cat |
---|
1 | মহাশূণ্যে ইরানের একটি বানর প্রেরণ এবং অন্যটির পৃথিবীতে প্রত্যাবর্তন | Internautes iranians ironitzen sobre el mico astronauta del govern |
2 | মহাশূন্যে যাত্রা শুরু করার পূর্বে আফতাব নামের বানরটি। | El mico, Aftab, abans del seu llançament a l'espai. |
3 | ছবিঃ ইরনা | Font: IRNA. |
4 | ইরানের সরকার একটি বানরকে মহাশূন্যে সফলভাবে প্রেরণ এবং ২৮ জানুয়ারি, ২০১৩ তারিখে পশুটিকে পুনরায় জীবিত অবস্থায় ফিরিয়ে আনার যে দাবি করেছে তা ব্লগাররা ও সংবাদ মাধ্যমগুলো চ্যালেঞ্জ জানিয়েছে। | |
5 | অফিসিয়াল ছবি - যেগুলোতে অনুমিতভাবে বানরটিকে মহাশূন্য যাত্রার আগে ও পরে চিত্রিত করা হয়েছে - সেখানে কোন মিল পাওয়া যায়নি। | Blocaires i fonts d'informació han qüestionat [en] les afirmacions del govern iranià que asseguraven haver enviat un mico a l'espai que va retornar amb vida el 28 de gener del 2013. |
6 | এতে করে মহাশূন্য যাত্রাটি যে বানোয়াট হতে পারে, সে ব্যাপারে সংশয় ও সন্দেহ আরও বাড়ছে। | Les imatges oficials, que suposadament representen el mico abans i després del llançament, no semblen coincidir [fa], i han generat dubtes i sospites sobre si el llançament podria haver estat fals. |
7 | জাতীয় আইআরআইবি চ্যানেল ওয়ানের সম্প্রচার থেকে রেকর্ড করা অফিসিয়াল ফুটেজগুলো এখানে রয়েছেঃ | Aquí trobem el material oficial, registrat pel Canal 1 de la televisió iraniana IRIB: |
8 | জনপ্রিয় ইরানি লিঙ্ক-শেয়ার করা সাইট বালাতারিনে অনেকেই বলেছেন, শাসকগোষ্ঠী মিথ্যা বলছে। তাঁরা যাত্রার পূর্বে বানরটির ছবির সাথে ফিরে আসা ক্যাপসুলের ভিতর থেকে উদ্ধারকৃত বানরের ছবির তুলনা করেছেন। | Molts usuaris de la pàgina Balatarin [fa], on comparteixen informació, diuen que el règim està mentint i comparen una fotografia del mico abans del llançament amb una altra del mico que suposadament ha estat rescatat de la càpsula a l'arribada, destacant-ne les diferències físiques que hi ha entre tots dos. |
9 | দু'টি ছবির বানরের মধ্যে শারীরিক অমিলগুলো স্পষ্ট। | |
10 | এখানে সেগুলো রয়েছেঃ | Aquí teniu les imatges: |
11 | এই পোস্টটির প্রধান ছবিটির উপরের (ডানে) ছবিটিতে দেখা যাচ্ছে, প্রথম বানরটির ডান দিকের ভ্রুর উপর একটি আঁচিল আছে। মুখের চারপাশে ধুসর ও খর্বাকৃতির লোম আছে। | Com podem apreciar a la fotografia principal, així com a la fotografia de dalt (dreta), el primer mico té una piga a la cella dreta i la cara recoberta de pèl curt i gris, mentre que el segon mico no té piga i la cara la té recoberta de pèl marró fosc. |
12 | যেখানে দ্বিতীয় বানরটির মুখে কোন আঁচিল নেই এবং মুখের চারপাশে গাঢ় তামাটে বর্ণের লোম আছে। | Les reaccions dels cibernautes davant d'aquest informe van des de l'escepticisme fins a la teoria de complot: |
13 | এই রিপোর্টে নেট নাগরিকদের প্রতিক্রিয়ার পরিসর পরিপূর্ণ সন্দেহ প্রবণতা থেকে শুরু করে ষড়যন্ত্র তত্ত্ব পর্যন্তঃ | El blocaire iranià “Hagh mosalam ma” [fa] (“El nostre dret definitiu”) adopta un enfocament satíric i traça paral·lelismes entre la suposada missió espacial i les eleccions presidencials iranianes, que molts consideren manipulades. |
14 | ইরানি ব্লগার ‘হাঘ মোসালাম মা' (‘আমাদের যথার্থ অধিকার') একটি বিদ্রুপাত্মক কৌশল বেছে নিয়েছেন। | |
15 | তিনি কথিত মহাশূন্য মিশনের সাথে ২০০৯ সালে ইরানের তামশাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের মাঝে সমান্তরাল রেখা এঁকেছেন যেটি অনেকেই অদ্ভুত কৌতুক মনে করছেন। | |
16 | তিনি কৌতুক করে আরো বলেছেনঃ | Inclou la següent broma: |
17 | যে বানরটিকে মহাশূন্যে পাঠানো হয়েছে সেটি হলো [ সর্বোচ্চ নেতার ] বন্ধু। যেটি ফিরে এসেছে সেটি অদ্ভূত আচরণ করছে। | El mico que van llançar a l'espai era l'amic del [líder suprem], i el que va tornar es comportava de forma estranya. |
18 | […] ফটোশপ ব্যবহার করে আপনি মঙ্গল গ্রহেও বানর পাঠাতে পারেন। | […] Utilitzant el Photoshop pots enviar micos a Mart, i per descomptat fora de l'atmosfera. |
19 | আমির ফারশাদ তাঁর ‘হট চকোলেট' ব্লগে লিখেছেনঃ | L'Amir Farshad escriu al seu bloc “Hot Chocolate [en]”: |
20 | [প্রেসিডেন্ট] মাহমুদ আহমাদিনেজাদ এই সপ্তাহে ফাযর উৎসবের [ইসলামিক বিপ্লবের জয় চিহ্নিত করে বর্ষপূর্তি উদযাপন ] পূর্বে জাতিকে অনেক সুখবর দিয়েছেনঃ “আমরা একটি বানরকে মহাশূন্য যাত্রায় পাঠিয়েছি এবং সেখানে সেটির আঁচিল মুছে ফেলার জন্য একটি সৌন্দর্য্য বর্ধক অস্ত্রোপচার করতে সমর্থ হয়েছি। | [El president] Mahmood Ahmadinejad va donar a la nació més bones notícies sobre l'arribada de les festes de Fajr [commemorant l'aniversari de la victòria de la Revolució Islàmica]: “Hem enviat un mico a l'espai i ens hem preocupat de realitzar-li una cirurgia estètica per treure-li la piga, per poder tot seguit retornar-lo en bon estat de salut als braços del seu líder suprem”. |
21 | এরপর এটিকে সুস্থ অবস্থায় সর্বোচ্চ নেতার বাহুতে করে ফিরিয়ে নিয়ে এসেছি।” | |