Sentence alignment for gv-ben-20120721-28717.xml (html) - gv-cat-20120706-2279.xml (html)

#bencat
1# টুইটারএনকাতালা উস্কে দিয়েছে আনন্দ ও ঘৃণার টুইটEl #twitterencatalà provoca tuits d’alegria, i també d’odi
2উল্লেখ্য: কাতালান-ভাষায় #টুইটারইনকাতালান হ্যাশট্যাগ হলো #টুইটারএনকাতালাImatge promocional de #twitterencatala. Font: www.rogercasero.cat www.rogercasero.cat
3৬ই জুলাই, ২০১২ তারিখে কাতালান-ভাষী হাজার হাজার নেটনাগরিক উদযাপন করছে এজন্যে যে অবশেষে টুইটার তাদের ভাষায় কথা বলছে।Avui, 6 de Juliol de 2012, milers internautes catalans celebren que Twitter ja parla la seua llengua.
4স্পেনে হ্যাশট্যাগ #টুইটারএনকাতালা দ্রুত আলোচিত বিষয় হয়ে ওঠে এবং ডাটা'এন'প্রেস একাউন্ট কাতালানে পরিবর্তন করা ব্যবহারকারীদের সংখ্যা নিরীক্ষণ করার জন্যে টুইটারএনকাতালা. অর্গ চালু করে।L'etiqueta #twitterencatalà ha esdevingut ràpidament trending topic a Espanya , i Data'n'Press ha posat en marxa el web twitterencatala.org, on un gràfic mostra el nombre d'usuaris que estan canviant l'opció de llengua a la configuració del seu compte.
5প্রথম ২৪ ঘন্টার মধ্যে দশ হাজারের বেশি এটা ব্যবহৃত হয়েছে।En menys de 24 hores, ja s'hi han sumat més de 10.000 persones.
6অনেক টুইটার ব্যবহারকারী ওয়েবসাইটটির নতুন ভাষা সংস্করণে আনন্দ প্রকাশ করলেও অনেকে এই ঘোষণায় কাতালান ভাষা এবং জনগণ সম্পর্কে অশ্রদ্ধাজনক মন্তব্য করে টুইট করে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।Es poden llegir a la xarxa moltes piulades d'alegria anunciant el canvi d'opció lingüística, però també molts, massa, tuits d'odi amb comentaris despectius cap a la llengua catalana i els catalans.
7একটি ইতিবাচক দিক হলো কাতালান টুইটারের জন্যে গণআবেদনটি সংগঠিত করার জন্যে অনেকে সরাসরি আলবের্ত কুয়েস্তাকে এবং সেইসাথে যারা এতে স্বাক্ষর করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন: #টুইটারএনকাতালা প্রবর্তনের ছবি।Molts tuitaires expressen el seu agraïment a Albert Cuesta, impulsor de la petició pública de Twitter en català, i als participants en la petició i la traducció col·lectiva:
8উৎস: www.rogercasero.cat @ক্সোলানিউবো: আজ আমরা @আলবের্তোকুয়েস্তা'কে অভিবাদন জানাই তার সংকল্প এবং আমাদেরকে #টুইটারএনকাতালা এনে দেয়ার জন্যে, ধন্যবাদ!@csolaniubo Avui és el dia que hem de felicitar l' @albertcuesta per ser tant tossut i fer que entre tots hàgim aconseguit el ‪#twitterencatala‬ Gràcies!
9@হোরদিপা: পিটিশনে স্বাক্ষর দেয়া আমার ৭,৩৮৩জন #এফএফ এবং ৫,০০০ স্বেচ্ছাসেবী #টুইটারএনকাতালা অনুবাদক <ধন্যবাদ @আলবের্তোকুয়েস্তা!@jordiipa El meu ‪#FF‬ és per als 7.383 signants de la petició i els 5.000 voluntaris que han traduït ‪#twitterencatala‬ < i el meu x @albertcuesta grcs!
10ক্যাটালোনিয়ার বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে কাতালান পরিচয়ের বিজয় হিসেবে কাতালান টুইটার চালুকে উদযাপন করার জন্যে প্রচুর টুইট করা হয়েছিল:A més, abunden els tuits que vinculen el llançament de Tuiter en català amb la identitat i la situació política catalana:
11@সনরিসাদেকলর: আমি #কাতালান ভাষায় টুইটার থাকা পছন্দ করি।@sonrisadecolor M'encanta tenir el ‪#Twitter‬ de l'ordinador en ‪#català‬.
12খুব শীঘ্রই আমরা #ক্যাটালোনিয়ারজন্যেস্বাধীনতা লাভ করবো!Només una mica més i ja tindrem la ‪#IndepedènciaperCatalunya‬! ‪
13#টুইটারএনকাতালা#twitterencatala
14@কুইমতোরা: #টুইটারএনকাতালা'র অনুভূতি ঠিক স্বাধীনতার ইচ্ছের মতো: আমরা অবাক হই সবসময় কেন এমন হয় না।@quimtorra Això del #twitterencatala és com ens passarà l'endemà de la independència: semblarà mentida que no hagués estat sempre així.
15এতসব বলা হলেও কাতালান টুইটারের প্রবর্তন আবার ক্ষোভের অনেক ক্ষেত্রে কাতালান ভাষা এবং জনগণের প্রতি বর্ণবিদ্বেষের ঝড় এবং বিপরীতক্রমে শ্লেষ তীব্র ব্যাঙ্গাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে::El llançament de Tuiter en català, però, ha provocat ràpidament comentaris despectius en espanyol cap a la llengua catalana i els catalans, així com respostes als mateixos. En destaquem alguns:
16@জাভিকোন্দে: #টুইটারএনকাতালার পিছনের জনগণ স্পেনের বিভক্তি চায়।@xaviconde [es] Los que están detrás de ‪#twitterencatala quieren partir España.
17অবশ্যই গোসল না করতে দেয়া ছাড়াও।Además de ducharse poco, claro.
18@জুয়াঞ্জো _আর_জি: #টুইটারএনকাতালা মারাত্মক! আমাদের এখন আর শুধু পানোচো, বাবলে, আন্দালুসিয়ান এবং প্রাচীন ল্যাটিন (টুইটার) দরকার।@juanjo_R_G [es] #twitterencatala Eso, eso, y yo quiero la versión en panocho, bable, andaluz y latín antiguo.
19@সোমোস লোস লোকোস: টুইটারকে ফলের বাগানের মতো মনে হবে, সবাই এমনভাবে কথা বলছে যেন তাদের মুখে একটা করে শালগম রয়েছে।@somosloslocos [es] Ahora Twitter parecerá un huerto, todos hablando como si tuvieran un nabo en la boca.
20#টুইটারএনকাতালা‪#twitterencatala
21@মাপুমো২১: স্প্যানিশদের উন্মত্ততা আমার কাতালান ভাষায় কথা বলা, লেখা এবং চিন্তা করার ইচ্ছের সঙ্গে সরাসরি সমানুপাতিক!@mapumo21 La ràbia dels espanyols és directament proporcional a les meues ganes de parlar, escriure i pensar en català! ‪
22#টুইটারএনকাতালা #আদেউস্পানিয়া (#বিদায়স্পেন)#twitterencatala ‪#adeuespanya
23@এল_বোকাযাস: কাতালানদের #টুইটারএনকাতালা থাকা আমার কাছে অনেকটা রুশদের #রুশটুইটার অথবা ফরাসীদের #ফরাসিটুইটার থাকার মতো মনে হচ্ছে@el_bocazas [es] Que los catalanes tengan ‪#twitterencatala‬ m parece tan reprobable como que los rusos tengan ‪#twitterenruso‬ o los franceses ‪#twitterenfrancés
24@মল্টলাতাদোল: #টুইটারএনকাতালা সবাই অস্ত্র উঁচিয়ে আছে, কিন্তু আমি শুধু ঈর্ষান্বিত।@Maltlatadol [es] tt ‪#twitterencatala‬ y la peña rajando. Jajajajaja maldita envidia.
25শুধু এটুকুই যে আমাদের এখনো #টুইটেরেঙ্গালেগো (#গ্যালিসিয়ানটুইটার) নেই।A min só me molesta que non hai ‪#twitterengalego
26ইন্টারনেটে কাতালানবিরোধী বর্ণবিদ্বেষের সমালোচনা করার জন্যে নিবেদিত ওয়েবসাইট আপুন্তে.La página web Apuntem.cat, dedicada a denunciar la catalanofòbia online, recull els tuits més violents [es]:
27ক্যাট খুব হিংস্র কিছু টুইট সংগ্রহ করেছে (উল্লেখ্য: স্প্যানিশ ভাষায় কাতালানদের কলংক আরোপ করতে “ক্যাটালুফো” ব্যবহৃত হয়):
28@আদ্রিয়ানভিক০৪: কাতালান, আমি কামনা করি তোমাদের নিকৃষ্ট অসুস্থতা ও দুর্দশা, এবং মৃত্যু যেন সারাজীবন তোমাদের তাড়িয়ে বেড়ায়, আপনি স্পেনের যৌন বিষ্ঠা।
29@মানুয়েলরড্রিগে১: শুনুন, এখন তারা #টুইটারএনকাতালা প্রত্যাশী, কবে এই বিষ্ঠার টুকরো বিচ্ছিন্নতাবাদী ক্যাটালুফোগুলো ক্ষান্ত দিবে?
30একেবারে জঘন্য এরা @এন্ডার৮৯জেজিজে: আমার কাছে এই ক্যাটালুফোগুলো জঘন্য লাগে।Tuits anticatalans recollits per Apuntem.cat amb l'etiqueta #twitterencatalà
31আমরা কী এদের একেবারে নিঃশ্চিহ্ন করে দিতে পারি না? কাতালান-বিরোধী টুইটগুলো নেটনাগরিকদের সাংঘাতিকভাবে উদ্বিগ্ন করেছে।Els tuits anticatalans amb contingut violent fa un temps que preocupen els internautes catalans.
32এই বিবৃতিগুলো “ঘৃণার বীজ বহণ করে” [কাতালান] বলে বাক স্বাধীনতা হিসেবে এদের সুরক্ষা দেয়া উচিৎ নয় - এই যুক্তিতে দেখিয়ে ইউরোপীয় সাংসদ র‌্যামন ত্রেমোসা এসব উদ্বেগ ইউরোপীয় কমিশনের সামনে উপস্থাপন করেছেন।L'eurodiputat Ramon Tremosa [en] ha adreçat una pregunta a la Comissió Europea sobre aquesta qüestió, argumentant que tuits d'aquesta naturalesa no poden ser protegits per la llibertat d'expressió perquè “porten la llavor de l'odi”.
33আগামীকালকেই একটি গণভোট অনুষ্ঠিত হলে ৫১% এর বেশি কাতালান নির্বাচকমণ্ডলী স্বাধীনতার পক্ষে ভোট দিবেন - সেন্টার দে'স্তুদিস দ'পিনিঅ'র সর্বশেষ গণমত বিচারে [কাতালান] এটা জোরালোভাবে প্রতিভাত হওয়ার এক সপ্তাহেরও কম সময় পরে কাতালান টুইটার চালু করা হয়েছে।El llançament de Twitter en català arriba poc més d'una setmana després de la publicació de l'última enquesta del Centre d'Estudis d'Opinió, que assenyala que més d'un 51% dels catalans votaria a favor de la independència de Catalunya si demà mateix es féra un referèndum.