Sentence alignment for gv-ben-20150417-48314.xml (html) - gv-cat-20150520-9673.xml (html)

#bencat
1অবশেষে আটক নারীবাদী পাঁচ তরুণীকে মুক্তি দিল চিনLa Xina allibera finalment les cinc feministes detingudes
2ফেসবুক গ্রুপ ফ্রি চাইনিজ ফেমিনিস্ট থেকে ছবিটি নেয়া হয়েছে
3তারা পাঁচজন নারী অধিকার আন্দোলনের কর্মী।Imatge del grup de Facebook Free Chinese Feminists.
4তারা আন্তজার্তিক নারী দিবস উপলক্ষ্যে গণপরিবহনে যৌন হেনস্তার প্রতিবাদের পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই চিনা পুলিশ তাদের আটক করে।Les famílies de les cinc activistes pels drets de la dona que van ser detingudes després d'haver planejat protestar contra l'assetjament sexual en el transport públic han rebut l'avís de la llibertat sota fiança a l'espera de judici.
5সম্প্রতি বিচার কার্যক্রম স্থগিত করে তাদের জামিন দেয়া হয়েছে। ওই নারীদের একজনের আইনজীবী লিয়াং জিয়াওজান জানিয়েছেন, তাদের পাঁচজনকে সন্দেহভাজন অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে।Segons un dels seus advocats, Liang Xiaojun, les cinc, com a presumptes autores d'un delicte, estaran sota vigilància un any i els seus drets, entre els quals es troba la possibilitat de viatjar a l'estranger, es veuran limitats.
6এক বছরের নজরদারি ছাড়াও বিদেশ ভ্রমণের মতো তাদের কিছু অধিকারও খর্ব করা হতে পারে।La policia pot detenir-les de nou en qualsevol moment o sotmetre-les a més interrogatoris.
7তাছাড়া পুলিশ তাদের যেকোনো সময় আবার আটক করতে পারে অথবা জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে।Zheng Churan, Wang Man, Li Tingting, Wei Ting Ting i Wu Rongrong varen ser detingudes pel març abans del Dia Internacional de la Dona.
8গত মার্চে আন্তজার্তিক নারী দিবসের আগে ঝেং চুরান, ওয়াং মান লি টিংটিং, ওয়েই টিংটিং এবং উ রংরং-কে আটক করা হয়।La policia va intentar acusar-les de “buscar brega i causar problemes“, delicte pel qual la pena màxima és de cinc anys de presó.
9পুলিশ তাদের বিরুদ্ধে ঝগড়া ও গণ্ডগোল বাধানোর অভিযোগ এনেছে।Els cercles feministes internacionals han estat fent campanya durant més d'un mes per a que les activistes siguen alliberades.
10আর এ অভিযোগে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।La situació actual evidencia un conflicte entre les autoritats de policia i els fiscals.
11আন্তজার্তিক নারীবাদী সংগঠনগুলো তাদের মুক্তির জন্য মাসব্যাপী প্রচারণা চালিয়ে যাচ্ছে।Wang Zheng, professora a la Universitat de Michigan i membre actiu de la campanya, va comentar (a través del grup de Facebook Free Chinese Feminists):
12বর্তমান পরিস্থিতি পুলিশ কর্তৃপক্ষ এবং অভিশংসকদের মধ্যে একটি দ্বন্দ্বের দিক নির্দেশ করে।En el context xinés, aquesta és la primera vegada que un grup d'activistes socials detingut és alliberat al mateix temps.
13ফ্রি চাইনিজ ফেমিনিস্ট প্রচারণা-র ফেসবুক পাতার সক্রিয় কর্মী এবং যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং ঝ্যাং মন্তব্য করেছেন:
14একদল সামাজিক আন্দোলন কর্মীকে একসাথে মুক্তি দেয়ার ঘটনা চিনে এবারই প্রথম।
15এই ঘটনা আমাদের এটাই বলে দেয়: বিশ্বব্যাপী নারীবাদীদের বিপুল সংহতি এবং অন্যান্য বেসরকারি সংস্থাগুলোর সমর্থন খুবই কার্যকর।Aquesta decisió suggereix: una, que l'enorme mobilització sense precedents del feminisme a escala global i altres suports per part d'organitzacions no governamentals és eficaç.
16তৃনমূল-ব্যাপী আবেদন (পিটিশন) শুধু নিজ নিজ রাজ্যের রাজনীতিবিদদের সাড়া দিতে বাধ্য করে না, চিনা সরকারের কাছে এটাও পরিষ্কারভাবে তুলে ধরে যে, এই আবেদন জাতীয় শত্রুদের দ্বারা প্ররোচিত নয়। তবে বৈশ্বিক রাজনৈতিক শক্তি দ্বারা সংগঠিত।Les peticions de base massives, a més d'obligar als polítics a respondre, hi han contribuït a demostrar clarament al govern xinés que aquesta petició no està instigada per un enemic polític dins de la mateixa nació, sinó per una força política mundial transgressora de feministes i altres organitzacions de base que lluiten per la justícia social i la igualtat.
17বৈশ্বিক রাজনৈতিক শক্তির মধ্যে সামাজিক ন্যায়বিচার ও সমতার উদ্দেশ্যে গঠিত বহুজার্তিক নারীবাদী ও অন্যান্য তৃনমূল স্তরের সংগঠন রয়েছে।
18এই বৈশ্বিক রাজনৈতিক শক্তিকে চিনা সরকার বা অন্য কোনো রাষ্ট্র দমিয়ে রাখতে পারে না।Aquesta força política no pot ser suprimida ni per l'Estat xinés ni per cap altre estat.
19তাছাড়া কোনো রাষ্ট্রই এই বৈশ্বিক রাজনৈতিক শক্তিকে শত্রু হিসেবে গন্য করতে পারে না।I cap estat hauria de considerar aquesta força global un enemic.
20সেটা করলে অবশ্যই বোকামি হবে।Seria una ximpleria.
21দুই, চিনা সরকার কোনো একমুখী সত্তা নয়। রাজনৈতিক ও রাষ্ট্রীয় নানা ম্তর মিলিয়েই তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া।Dos, el govern xinés no és una entitat monolítica i la decisió és un compromís entre les diferents faccions polítiques o poders de l'Estat.
22এ থেকে অনুমান করা যায়, বিবাদমান গরম গরম বিষয়গুলো তারা কীভাবে নিয়ন্ত্রণ করে থাকে।És fàcil imaginar les grans baralles que tenien lloc darrere l'escena sobre què fer amb aquella creïlla calenta que en qualsevol moment podia explotar.
23তবে পাঁচ তরুণীকে মুক্তি দেয়ার মাধ্যমে এটা পরিষ্কার বোঝা যায় যে, তাদের এমন কর্মকর্তা রয়েছেন, যারা ইতিবাচক সমাধানের ব্যাপারে তীব্রমাত্রায় সচেষ্ট।El compromís final mostra clarament que hi hagué funcionaris dins del sistema que varen fer molta pressió per trobar una solució positiva.
24তিনি গুরুত্ব আরোপ করে বলেন:Ha insistit que:
25যতোদিন পর্যন্ত লিঙ্গীয় সমতার আন্দোলন, এ সংক্রান্ত আইন বাস্তবায়ন এবং অন্যান্য ইস্যু অপরাধ হিসেবে গন্য করা হবে, ততোদিন পর্যন্ত নারীবাদীসহ সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনকারীদের জন্য কোনো নিরাপদ জায়গা থাকবে না।Mentre l'activisme d'organitzacions no governamentals per a la defensa i l'aplicació de lleis relatives a la igualtat de gènere o qualsevol altra qüestió siga definit com a criminal, no hi haurà zona de seguretat ni per a les feministes ni per a altres activistes que treballen en altres àmbits de la justícia social.
26তাই পাঁচজন তরুণীর মুক্তি পাওয়ার সাথে সাথেই আমাদের আন্দোলন থেমে যেতে পারে না।Per tant, els nostres esforços no poden acabar-se ací amb l'alliberament de les cinc feministes.
27নারীদের বৈশ্বিক সম্মেলনকে সামনে রেখে অধ্যাপক ওয়াং ঝ্যাং রাজনৈতিক নিপীড়ন থেকে ওই পাঁচ নারীকে মুক্ত করার উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।Com que la Cimera Mundial de la Dona s'acosta, la professora Wang Zheng urgeix les Nacions Unides a prendre mesures per alliberar les cinc activistes de la persecució política.
28আন্দোলনকারী নেটওয়ার্ক ফ্রি চাইনিজ ফেমিনিস্ট সতর্ক করে দিয়ে বলেছে, লড়াই এখনো শেষ হয়নি।Tal com adverteix la xarxa activista Free Chinese Feminists, la lluita ha de continuar. Les etiquetes per a la campanya són: #FreeTheFive #FreeChineseFeminists #FreeBeijing20Five
29তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় #ফ্রিদ্যফাইভ, #ফ্রিচাইনিজফেমিনিস্ট, #ফ্রিবেইজিং২০ফাইভ হ্যাশট্যাগ ব্যবহার করছেন।