Sentence alignment for gv-ben-20140907-44735.xml (html) - gv-cat-20140710-8643.xml (html)

#bencat
1মেক্সিকোতে অনলাইনে বাক স্বাধীনতা ও মুক্তির জন্য সংগ্রামMèxic lluita per la llibertat digital
2প্রতারণার এই ছবিটি টুইট করেছেন ছাভো ডেল টোরো (@chavodeltoro)Paròdia publicada a Twitter per Chavo del Toro (@chavodeltoro)
3লিখেছেন আলবার্তো আর লেওন এবং জাকোবো নাজেরা।Escrit per Alberto R. León and Jacobo Nájera.
4মেক্সিকান নাগরিকরা রাষ্ট্রপতি এনরিখ পেনা নিয়েতোর প্রস্তাবিত এবং বর্তমানে সিনেটে তোলা একটি টেলিযোগাযোগ আইনের বিরুদ্ধে সংগ্রাম করছে।Els ciutadans mexicans lluiten contra la llei de telecomunicacions que ha proposat el president Enrique Peña Nieto davant el Senat.
5খসড়া আইনটি অনলাইনে মানবাধিকারের উপর একটি গুরুতর হুমকি হতে পারে: এটা নেট নিরপেক্ষতাকে লঙ্ঘন, সেন্সরশিপ এবং কন্টেন্ট ব্লক করার সুযোগ করে দিবে এবং ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের বিস্তৃত পর্যায়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং রক্ষা করার প্রয়োজন হবে।L'esborrany de llei podria representar una seriosa amenaça dels drets humans digitals: viola la neutralitat de la xarxa, permet la censura i el bloqueig de contingut, i demana als proveïdors de serveis que recopilin i conservin les dades personals dels usuaris.
6মেক্সিকোর স্থানীয় নাগরিক দল লাইবার ইন্টারনেট পারা টোডো (সবার জন্য মুক্ত ইন্টারনেট) বলেছে, বিধানিক উদ্যোগ গত জুলাই মাস থেকে “বন্ধ” আছে।El col·lectiu Libre Internet Para Todos ha assenyalat que actualment la iniciativa legal es troba “aturada” des del juliol.
7এটি ঘটেছে কারণ, আইনটি পর্যালোচনা করার ব্যাপারে কমিটির মধ্যে মতৈকের অভাব।Des de l'abril del 2014, els comitès encarregats de revisar la llei no han arribat a un acord en sessions ordinàries.
8এই প্রস্তাবের আলোকে এবং মেক্সিকান সংবিধানে তা একত্রীকরণের সম্ভাবনায়, মেক্সিকান নাগরিকরা ওয়েবে এবং রাস্তায় বিভিন্ন ধরণের প্রতিবাদ সমাবেশ চালিয়ে আসছে।En vista d'aquesta proposta i de la possibilitat que la llei s'incorpori a la constitució mexicana, els ciutadans mexicans han portat a terme diversos actes de protesta tant a la xarxa com als carrers.
9গত এপ্রিল মাসে মেক্সিকো সিটিতে একটি প্রতীকী মানববন্ধন (#NoMásPoderAlPoder) অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি রাষ্ট্রপতির বাসা থেকে শুরু হয়ে মেক্সিকোর বৃহত্তম টেলিভিশন স্টেশন টেলেভিসা চাপুল্টেক পর্যন্ত পরিচালিত হয়।A l'abril, es va organitzar una cadena humana simbòlica (#NoMásPoderAlPoder) que va creuar Ciutat de Mèxic i que anava des de la residència del president de la nació fins a la seu de Televisa Chapultec, la cadena de televisió més gran de Mèxic.
10সম্প্রতি, টেলিযোগাযোগ আইনে ভোটের সেনেটের সিদ্ধান্তকে বিরোধিতা করার একটি প্রচেষ্টা হিসেবে #CascaritaXlaPatria সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিলে ২০১৪ সালের বিশ্বকাপ ফটবল চলার সময়ই কাকতালীয়ভাবে এটি ঘটে যায়।Més recentment, va tenir lloc #CascaritaXlaPatria, un acte simbòlic l'objectiu del qual era fer visible i oposar-se a la decisió del Senat de votar la llei de telecomunicacions en sessions extraordinàries i mentre es disputava el Mundial de Brasil 2014.
11সক্রিয় কর্মীদের গ্রুপগুলো প্রযুক্তিগত প্রস্তাব ও একটি আন্তর্জাতিক সমর্থন পত্র উপস্থাপন করেছে - এই জোটের মধ্যে ভিয়া লিবার, ইএফএফ, রিচার্ড স্টলম্যান, করি ডক্টরো, নাঘাত ডাড এবং রিচার্ড সিনেট অন্তর্ভুক্ত।Grups d'activistes han presentat propostes tècniques i han fet circular una carta de suport internacional que expressa el rebuig de diverses organitzacions i experts, com ara Via Libre, EFF, Richard Stallman, Cory Doctorow, Nighat Dad i Richard Sennett.
12এই আইন লেখার একটি বিকল্প প্রযুক্তিগত প্রস্তাব উপস্থাপন করেছে কন্টিনজেন্টিএমএক্স।
13সেখানে মানবাধিকার রক্ষার উপর জোর দেয়া হয়েছে, যেখান প্রধান লক্ষ্য হবে একজন ব্যক্তির মানবাধিকার নিশ্চিত করা এবং ইন্টারনেট নিরপেক্ষতা, গোপনীয়তা এবং ব্যক্তিগত তথ্যের বিষয়গুলো নিশ্চিত করা থাকবে - এগুলো আসলে ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে গৃহীত হওয়ার জন্য প্রয়োজনীয় বিষয় এবং এই আইনের উদ্যোগ সংশোধনীর ক্ষেত্রে হিউম্যান ডিজিটাল রাইটস নেটওয়ার্কের করা মন্তব্য।ContingenteMX va presentar una proposta tècnica alternativa a la redacció de la llei, que emfatitzava la defensa dels drets humans, on els drets de la persona constituïen el punt principal i s'establien garanties per a la neutralitat de la xarxa, la privacitat i la no retenció de dades personals. Totes elles exigències que han rebut el suport d'organitzacions internacionals com Electronic Frontier Foundation, i que també apareixen en comentaris emesos pel Grup de Defensa dels Drets Humans Digitals (Network Defense of Human Digital Rights) per a l'esmena de la iniciativa de llei.
14টেলিযোগাযোগ আইন প্রতিষ্ঠার জন্য নির্ধারিত তারিখ এখনও অনিশ্চিত এবং বিধানিক প্রক্রিয়ার অচলবস্থার কারণে এটি সত্যি এখনও ঝুঁকিতে রয়েছে।La data per a establir la llei de telecomunicacions encara no està decidida, i hi ha el perill que s'opti per “la via ràpida” per sobre de la resta de processos legislatius.
15এই কাজের জন্য প্রস্তাবিত নাগরিক উদ্যোগকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বিধানিক অগ্রাধিকার দেওয়ার জন্য জনগণ, নাগরিক ও নাগরিক সংগঠন সচেতন রয়েছে, উদাহরণস্বরূপ, লাইবার ইন্টারনেট পারা টোডোসকে ১২৭,০০০ মানুষ সমর্থন জানিয়েছে।La població i algunes organitzacions civils segueixen aquesta qüestió per exigir que les iniciatives proposades pels ciutadans, com ara la de Libre Internet Para Todos, amb el suport de 127.000 persones, siguin també dictaminades i tinguin prioritat legislativa.
16লাইবার ইন্টারনেট পারা টোডোস, কন্টিনজেন্টিএমএক্স, লাইবার ইন্টারনেট এমএক্স, ডিফেন্ডার ইন্টারনেটে চলা আলোচনা এবং ঘটনা অনুসরণ করুন।Poder seguir el debat i els esdeveniments a les següents pàgines web: Libre Internet Para Todos, ContingentenMX, Libre Internet MX, DefenderInternet.