# | ben | cat |
---|
1 | ছবিঃ কমোরোস, মাদাগাস্কার এবং ম্যাসকারেন দ্বীপপূঞ্জের মানুষ | FOTOS: Humans de les Comores, Madagascar i les illes Mascarenyes |
2 | “দি হিউম্যানস অফ_____” ( এলাকার মানুষেরা) নামক বিষয়টি সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত রাস্তার সাধারণ মানুষের ছবি এবং সংগৃহীত সাক্ষাৎকার ফেইসবুকে প্রদর্শন সংক্রান্ত প্রকল্পের ধারণা। | El concepte d'”Els humans de _____” és un projecte fotogràfic que presenta retrats del carrer i entrevistes a gent corrent de tot el món. |
3 | চিত্রগ্রাহক ব্রান্ডন স্টানটোন-এর বহুল প্রচারিত হিউম্যানস অফ নিউইয়র্ক এর সাফল্য থেকে এই ধারনাটি জনপ্রিয় হয়েছে। এই চিন্তাটি বিশ্বে শত শত একই ধরনের প্রকল্পের জন্ম দিয়েছে, যার বিস্তৃতি ল্যাটিন আমেরিকা হতে দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা পর্যন্ত। | Amb el seu origen als populars Humans of New York de Brandon Stanton, la idea ha generat centenes d'spin-off arreu del món, des d'Amèrica Llatina fins al sud d'Àsia, passant per Orient Mitjà i Àfrica del nord. |
4 | যদিও ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকা মহাদেশের দ্বীপ মাদাগাস্কারের নিজস্ব হিউম্যানস অফ প্রকল্প রয়েছে, তারপরেও বিষয়টি তার নিকটবর্তী স্থান ম্যাসকারেন দ্বীপপূঞ্জে এখনো শুরু হয়নি, যে এলাকাটি এর পশ্চিমে অথবা কমোরো দ্বীপপুঞ্জের উত্তরপশ্চিমে অবস্থিত। | Tot i que l'illa africana de Madagascar, a l'oceà Índic, disposa del seu propi projecte d'Humans, el fenomen encara no ha pres el vol a les illes properes Mascarenyes a l'oest o les Comores al nord-oest. |
5 | আমরা আশা করি যে এই অঞ্চলের অনেক প্রতিভাবান ফটোগ্রাফার এই চ্যালেঞ্জটি গ্রহণ করবে। | Esperem que el gran nombre de fotògrafs talentosos de la regió accepten el repte. |
6 | আর বিষয়টি শুরু করার জন্য এখানে কমোরো, মাদাগাস্কার, মরিশাস এবং রিইউনিয়নের কিছু ছবি তুলে ধরা হল। | Per començar, ací teniu unes poques fotografies de Comores, Madagascar, Maurici i Reunió. |
7 | হিউম্যানস অফ কমোরোস: | Humans de les Comores |
8 | নিচের ছবিটি তুলেছে গ্রান্ড কমোরোর (নাগাজিদিজা) রাজধানী মোরানির ডেভিড স্ট্যানলি। | La següent foto va ser feta per David Stanley a Moroni, la capital de Grande Comore (Ngazidja). |
9 | এই ছবিতে এক তরুণীকে পানির পাত্র বয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে। | Es pot veure una dona jove transportant una ampolla d'aigua. |
10 | কমোরো দ্বীপের অনেক স্থানে সুপেয় পানি পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। | L'accés a aigua potable és encara una lluita en moltes parts de Comores: |
11 | ইউনিয়ন অফ দি কমোরো এলাকার গ্রান্ড কমোরোর রাজধানী মোরানিতে সাধারণের জন্য তৈরী এক পানির নল থেকে শিশুরা পানি সংগ্রহ করছে। | Xiquets recollint aigua d'aixetes públiques a Moroni, Grande Comores, Unió de les Comores. |
12 | ছবি ডেভিড স্ট্যানলীর। সিসি লাইসেন্স বাই -২. | Foto de David Stanley, CC License BY-2. |
13 | ০। হিউম্যানস অফ মাদাগাস্কার। | 0. Humans de Madagascar |
14 | জোয়ি আইয়ুব গ্লোবাল ভয়েসেস এর এক স্বেচ্ছাসেবক লেখক, যিনি সম্প্রতি হিউম্যান অফ মিডিল ইস্ট এন্ড নর্থ আফ্রিকা নামে এক ছবি-মালা পোস্ট করেছেন, তিনি ফেসবুকে হিউম্যান অফ মাদাগাস্কার নামের একটি পাতা তৈরীতে সাহায্য করেন। | Joey Ayoub, un col·laborador de Global Voices que recentment publicà un article de fotos d'humans d'Orient Mitjà i del nord d'Àfrica, va ajudar a crear la pàgina de Facebook per als humans de Madagascar. |
15 | এরপর তিনি এই প্রকল্পটি লালাহ আরিনিয়ানের হাতে হস্তান্তর করেন, মাদাগাস্কারে বাস করা লালাহ নিজেও গ্লোবাল ভয়েসেস -এর একজন স্বেচ্ছাসেবক লেখক/অনুবাদক। | Després passà el projecte a Lalah Ariniana, també col·laboradora de Global Voices, que viu a Madagascar. |
16 | এখানে হিউম্যানস অফ মাদাগাস্কারের ফেসবুক পাতার সাম্প্রতিকতম পোস্ট তুলে ধরা হল: | Ací teniu l'última publicació a la pàgina de Facebook de Humans of Madagascar [en]: |
17 | “তারিকা মাইনটি” একটি ব্যান্ড, যা রাজধানী শহরের রাস্তার ড্রামবাদক এবং নাচিয়েদের নিয়ে তৈরী। ছবি লালাহ আরিনিয়ানার, অনুমতিক্রমে ব্যবহৃত। | “Tarika Mainty”, una banda creada per xiquets que toquen la bateria i ballen al carrer de la capital, per Lalah Ariniaina amb la seua autorització. |
18 | ব্লগ পোস্টের সাথে লালাহ জীবিকার জন্য ব্যান্ড তৈরী করা তিনজন শিশুর জীবন সম্বন্ধে আরো বিস্তারিত তুলে ধরেছে [ফরাসী ভাষায়]: | A l'entrada del blog que l'acompanya, Lalah entra en els detalls sobre la vida d'aquests tres xiquets que començaren la banda per guanyar-se la vida [fr]: |
19 | আমি তিনজন বালকের দেখা পেলাম যাদের সবার বয়স ১০ বছর। | Vaig conèixer tres xiquets que potser tenien uns deu anys. |
20 | তারা একটি ব্যান্ড দল তৈরী করেছে যার নাম “মাইনটি” (মালাগাছি ভাষায় যার মানে হচ্ছে কালো)। | Crearen la banda “Mainty” (“negre” en malgaix). |
21 | এর ড্রামবাদক হচ্ছে ফেব্রিসে, আর ক্রিশ্চিয়ান নিজের তৈরী হর্ন (ভেঁপু, যেমনটা জন্মদিনের অনুষ্ঠানে বাজানো) হয়, আর সেড্রিক বাজনার তালে তালে নাচে। | Fabrice, a la bateria; Christian fa servir una botzina casera (com les dels aniversaris); i Cedric ofereix el ball. |
22 | তারা আনতানানারিভার উপশহর প্রদক্ষিণ করে ছোট ছোট অনুষ্ঠান প্রদর্শন করে। | Fan xicotetes actuacions al carrer pels barris turístics del centre d'Antananarivo. |
23 | হিউম্যানস অফ মরিশাস | Humans de Maurici |
24 | এখনো হিউম্যানস অফ মরিশাস নামক ব্লগ তৈরী হয়নি, কাজে এই প্রকল্প শুরুর জন্য হিউম্যানস অফ দুবাই পাতা কয়েকটি ছবি পোস্ট করেছে। | Encara no hi ha un blog del humans de Maurici, així que la pàgina de Humans of Dubai publicaren unes poques fotos [en] per iniciar el projecte. |
25 | এখানে পোর্ট লুইসের একটি প্রচলিত খাবারের দোকানের ছবি তুলে ধরা হয়েছে: | Ací hi ha una foto d'un típic quiosc a Port Louis: |
26 | হিউম্যানস অফ দুবাই-এর মাধ্যমে পাওয়া ও তার অনুমতিক্রমে ছাপানো পোর্ট লুইসের এক নিত্য পণ্যের দোকানের সামনে দাঁড়ানো মানুষের ছবি। | Home davant d'un quiosc a Port Louis, via Humans of Dubai i amb autorització. |
27 | হিউম্যানস অফ রিইউনিয়ন এখনো হিউম্যানস অফ রিইউনিয়নের কোন পাতা তৈরী করা হয়নি, কিন্তু এই কাজটি শুরুর জন্য এক চমৎকার স্থান হচ্ছে ইল ডে লা রিইউনিয়ন টুরিজম-এর (আইআরটি) ফেসবুক পাতা। | Humans de Reunió La pàgina dels humans de la Reunió tampoc no s'ha creat encara, però un bon lloc per començar són les fotos publicades per la pàgina de Facebook Ile de La Réunion Tourisme (IRT) [fr]. |
28 | তারা এই দ্বীপের নানান বৈচিত্র্যময় ছবি এখানে সরবরাহ করেছে। | Proporcionen una ampla varietat de fotografies que il·lustren la diversitat de l'illa. |
29 | এখানে রিইউনিয়নের সেইন্ট ম্যাক্সিমের কয়েকজন শিল্পীর ছবি তুলে ধরা হয়েছেঃ: | Ací teniu una foto d'artistes de Saint Maxime, a l'illa de la Reunió: |
30 | রিইউনিয়নের ম্যাক্সিম লোয়াপে এবং তাদের শিশুরা, অনুমতিক্রমে ব্যবহৃত। | Maxime Laope i els seus fills a la Reunió, amb autorització. |