# | ben | cat |
---|
1 | ফার্সি টানে ইংরেজিতে কথা বলা শিখুন | Aprèn a parlar anglès amb accent ‘persa’ |
2 | ধারাবাহিক নতুন একগুচ্ছ ভিডিও স্যোশাল মিডিয়া জুড়ে হাস্যরসের সৃষ্টি করেছে। | Una nova sèrie ha fet esclafir de riure les xarxes socials. |
3 | আমি আর না হেসে পারিনি। | No puc parar de riure. |
4 | এটা অসাধারণ! ফার্সি ঢং-এ ইংরেজি শব্দ উচ্চারণ করা | És genial! - La pronunciació de paraules amb accent persa https://t.co/dw8HzjsfgJ #Iran #Persa - Reza H. |
5 | এই সকল আট থেকে দশ সেকেন্ডের ভিডিও দর্শকদের শেখাবে কি ভাবে ভারী এবং উপভোগ্য ইরানী উচ্চারণে ইংরেজিতে কথা বলতে হয়। | Akbari (@rezahakbari) 11 de setembre de 2015 Aquests vídeos, que duren entre vuit i deu segons, ensenyen als espectadors a pronunciar paraules en anglès amb un fort i atractiu accent iranià. |
6 | এই সব ভিডিওর মাধামে খানিকটা ইরানী স্বরে ইংরেজি শব্দ উচ্চারন করতে শেখানো হচ্ছে, এবং এতে উচ্চারন করা হয়েছে এসকোল (স্কুল) এবং আইজ কেরেম (আইসক্রিম) | Aprèn a pronunciar paraules angleses imitant l'accent iranià, com «eskool» (school, escola) o «eyes ceream» (ice cream, gelat). |
7 | এবং যদি আপনি প্রথমে বিষয়টি ধরতে না পারেন, তাহলে নির্দেশক প্রশিক্ষক আপনার জন্য তিনবার ইরানী স্বরে শব্দের স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণ এবং পদাংশ (সিলেবল)-এ জোর দিয়ে পুনরায় শব্দটি উচ্চারণ করবে। | I, per si no t'aclareixes la primera vegada, l'instructor t'ho repetirà tres vegades, amb diversos graus d'èmfasi en la pronunciació persa de les consonants, les vocals i les síl·labes de les diferents paraules. |
8 | এই ভিডিওর মূল বিষয়টি হচ্ছে কি ভাবে ইরানিরা এক কৌতুকময় বিষয় উদযাপন করতে পারে, বিশেষ করে নিজেদের সম্বন্ধে। | El propòsit dels vídeos és tan sols mostrar com de bé es prenen els iranians les bromes, especialment si són sobre ells mateixos. |
9 | এই হাস্যরসাত্মক নির্দেশনা মূলক সিরিজের পেছেন যে দলটি, তাদের বলা হচ্ছে একসেন্ট কার্ড, যাদের বাস কানাডায়, পাঁচজনের যৌথ এই বাহিনীর ইরানী সদস্য বলছে যে তারা নিজদের পরিচয় লুকিয়ে রাখতে চান। | El grup creador d'aquesta humorística sèrie didàctica es diu Accent Cards. Un dels cinc membres que formen el col·lectiu, que és iranià però viu al Canadà, va afirmar que tots ells prefereixen continuar en l'anonimat perquè, com van explicar en un correu electrònic enviat a Global Voices: «No es tracta de nosaltres, sinó dels accents». |
10 | গ্লোবাল ভয়েসেস -এর কাছে পাঠানো এক ইমেইল তারা বলেন, “বিষয়টি আমাদের সম্বন্ধে নয়, আমাদের উচ্চারণ সম্বন্ধে” | Un dels membres del grup va dir que aquest està format per «un persa, un rus, un hindú, un italià i un iraquià». |
11 | দলের একজন সদস্য ব্যাখ্যা করে এই দলে আছেন এক ইরানী, এক রুশ, এক ভারতীয়, এক ইতালীয় এবং এক ইরাকি”। | |
12 | আমি উচ্চারণ পছন্দ করি। | M'encanten els accents. |
13 | ঘটনা হচ্ছে ভিন্ন ভিন্ন উচ্চারণে নাগরিকেরা কথা বলছে এমন ভিডিও দেখতে দেখতে আমি এগিয়ে যেতে থাকি। | De fet, passo molt de temps mirant vídeos de gent que parla amb diferents accents. |
14 | আমার চিন্তার পেছনে মূল যে বিষয়টি উৎসাহ যুগিয়েছে সেটি হচ্ছে এই ভিডিও এবং এই ভিডিওটি। | Els vídeos (en anglès) que més em van inspirar per a aquesta idea van ser aquest i aquest. |
15 | আর তখন আমি উপলব্ধি করলাম ইংরেজি উচ্চারণে কত না বৈচিত্র্যময়তা রয়েছে। | En veure'ls, em vaig adonar de la varietat que hi ha en la pronunciació de l'anglès. |
16 | ভিন্ন ভিন্ন যে সব উপায়ে ইংরেজি উচ্চারণ করা এবং এই ভাষাটিকে তুলে ধরা যায়, এই বিষয়টিকে সেটিকে সামনে নিয়ে এসেছে। | Em va fer pensar en una manera de mostrar les diferents formes en què es pronuncia, i de compartir-les. |
17 | এটা অনেকটা উচ্চারণের ভিডিও উইকিপিডিয়ার মত, যার মধ্যে খানিকটা হাস্যরসাত্মক বিষয় রয়েছে। | Una cosa semblant a una ‘Viquipèdia' de vídeos d'accents amb una mica de comèdia. |
18 | একজন ইরানী হিসেবে ইরানের বাইরে বাস করার কারণে, আমি ফার্সি ভাষায় কথা বলতে পারি না। | Sóc un persa que viu fora de l'Iran, i trobo a faltar parlar el farsi (el persa modern). |
19 | তবে যখন আমি শুনি ফার্সি উচ্চারণে কেউ ইংরেজিতে কথা বলছে সেদিনটি-কে আমি আমার দিন বলে মনে করি। | Quan escolto a algú parlar amb accent persa, m'alegra el dia. L'accent persa és bonic, apassionat i divertit, tot al mateix temps. |
20 | ফার্সি উচ্চারণ একই সাথে সুন্দর, আবেগ প্রবণ এবং মজার, ইরানের নাগরিকেরা যে ভাবে রসিকতা-কে গ্রহণ করতে পারে, আমি তা ভালবাসি, আমরা আমাদের নিজেদের উচ্চারণে হেসে উঠি এবং একই সাথে তাই নিয়ে গর্ব অনুভব করি। | M'encanta com es prenen els perses les bromes: som capaços de riure del nostre propi accent, i al mateix temps de sentir-nos-en orgullosos d'ell. |
21 | আমি কানাডায় বাস করি এবং আমার নানান ধরণের বন্ধু রয়েছে, কাজে আমার চিন্তাটাকে গ্রহণ করি এবং একটি দল তৈরি করি। | Visc al Canadà i tinc un grup d'amics molt divers, així que els vaig contar la meva idea i vam formar el nostre grup. |
22 | আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করা এবং অন্য উচ্চারণে তাকে নিয়ে আসা ( আরবী, ভারতীয়, রুশ, ইতালীয়, ফার্সি ভাষায়…) আর আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি | El nostre objectiu és pujar un vídeo al dia i estendre-ho a altres accents (àrab, hindú, rus, italià, francès…) a mesura que hi continuem. |
23 | এই সকল ধারাবাহিক ভিডিও অনুসরণ করতে থাকুন এবং শীঘ্রই আপনার শিখবেন “ইরানী” শব্দটির উচ্চারন হচ্ছে “পার-শিহয়ান”। | Segueix la sèrie i aprendràs ràpidament que la paraula «Iranian» (iranià) es pronuncia «Per-shian» (persa). |