# | ben | cat |
---|
1 | আমরা কি ভালো সংবাদ দিয়ে শুরু করব? | Comencem amb les bones notícies? |
2 | তাঁরা বলে, প্রত্যেক মেঘের আড়ালে সূর্য হাসে। | Diuen que cada núvol té un fil de llum. |
3 | ছবিঃ ফ্লিকারে ম্যাথু পারকিন্স (সিসি বাই-এনসি-এনডি 2.0) | Foto de Matthew Perkins a Flickr (CC BY-NC-ND 2.0) |
4 | শুভ সংবাদটি হচ্ছেঃ বছর জুড়ে গ্লোবাল ভয়েসেস সারা পৃথিবী থেকে আপনার কাছে মানুষের আশা, সাহস এবং সৃজনশীলতার অগণিত গল্প তুলে আনছে। | Ací ve la bona notícia: amb els anys, Global Voices ha recollit infinitats d'històries d'esperança humana, valentia i creativitat procedents d'arreu del món. |
5 | এবং খারাপ দিকটি হচ্ছে: অন্যান্য সংবাদ সাইটগুলোর মতো আমরাও প্রায়ই নেতিবাচক বিষয়গুলোর উপর মনোযোগ নিবদ্ধ করে নিজেদের দোষী করছি এবং সম্ভবতঃ আপনাকেও বিষণ্ণ করে তুলি। | I ací ve la dolenta: igual que altres pàgines web, sovint som culpables de centrar-nos en les històries negatives i, tal volta, fins i tot som culpables de deprimir-vos. |
6 | আপনি কি গ্লোবাল ভয়েসেস পড়ার অপেক্ষায় থাকবেন? | Esteu sempre desitjant llegir Global Voices? |
7 | নাকি আপনি আপাতদৃষ্টিতে মানুষের অবিচার এবং যাতনার অবিরাম প্রবাহের গল্প দেখা বন্ধ করে দিবেন? | O us dissuadeix l'aparent i interminable rastrera d'històries d'injustícia i patiment humà? |
8 | ২০১৪ সালে আমরা আরও সমাধান চালিত সাংবাদিকতার পরিকল্পনা করেছি এবং আশা করছি, অন্ধকার এবং হতাশার ব্যতিরেকে আরও আলোর রেখা এবং মানবতা আমরা দেখাতে পারব। | Per a l'any 2014 estem planejant buscar més periodistes que els motiven les solucions i, amb sort, decidits a aportar més llum a la humanitat, i no obscuritat i desesperació. |
9 | তার মানে এই নয় যে, আমরা সহিংসতা বা দারিদ্র্যের মত মন্দ ব্যাপারগুলো উপেক্ষা করব। বরং, আমরা ইতিবাচক উন্নয়নগুলোকে আরও বেশি করে তুলে ধরতে চাই। | Açò no significa que ignorarem les coses dolentes, com la violència o la pobresa, però de veritat volem subratllar esdeveniments més positius. |
10 | ইয়েমেন সম্পর্কে সম্ভবত যে সব শুভ সংবাদ আপনি কখনও শোনেননি অথবা বিনামূল্যে পাঠ্যবই পেল বাংলাদেশের লক্ষ লক্ষ শিশু অথবা আঙ্গোলানরা যেভাবে তাদের ভাষা সংরক্ষণ করতে ইন্টারনেট ব্যবহার করে ইত্যাদির মতো গল্পগুলো পোস্ট করার মধ্য দিয়ে কার্যত আমরা আগে থেকেই এ রকম কাজ শুরু করেছি। | De fet, ja hem començat a fer-ho: publiquem bones notícies que mai no heu sentit sobre el Iemen, que milions de nens de Bangladesh reben llibres de texts gratis [en], o com els angolesos utilitzen la xarxa per preservar les seues llengües. |
11 | তাই আমাদের গল্পের অনেকগুলোই অনলাইন সামাজিক আন্দোলন এবং তাদের সমাজে নাগরিকদের উন্নতিকে কেন্দ্রে করে আবর্তিত হয়েছে। | Moltes de les nostres històries se centren en els moviments socials en línia i en la mobilització ciutadana destinada a millorar les societats. |
12 | মূলধারার নিয়মিত সংবাদ মাধ্যমের নেতিবাচক কাঠামোর মধ্যে আবদ্ধ হয়ে না থেকে বরং আমরা এই খবরগুলোকে আমরা আশা জাগানিয়ার একটি উপায় হিসেবে উল্লেখ করতে চাই। | Volem contar les notícies de manera que inspiren esperança, sense recórrer al pessimisme habitual dels mitjans de comunicació. |
13 | নতুনদের জন্য আমরা গ্লোবাল ভয়েসেসে একটি নতুন শুভ সংবাদ বিভাগ তৈরি করেছি। | Per als principiants, hem creat una categoria nova anomenada Bones notícies [en] a Global Voices. |
14 | ডিসেম্বর মাসের শেষে, জিভি অভিব্যক্তির একটি কথোপকথনে আমাদের সহ - প্রতিষ্ঠাতা ইথান জুকারম্যান, আমাদের সহ সম্পাদক সাহার এইচ গাজী, এডভোকেসি সম্পাদক এলারি বিদ্দেল এবং আমি নিজে এই ধারণা নিয়ে কথা বলেছি। | A final de desembre, el nostre cofundador, Ethan Zuckerman, la nostra editora suplent, Sahar H. Ghazi, la nostra editora legal, Ellery Biddle, i i jo mateixa conversarem al Facebook de Global Voices sobre aquesta idea. |
15 | আমাদের লেখক ও সম্পাদকদের মাধ্যমে গল্প বলার ভাবে পরিবর্তন আনতে এটি একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা হতে যাচ্ছে। | Ens costarà un esforç a llarg termini canviar gradualment la manera en què nosaltres i els nostres autors i editors contem les històries. |
16 | ইতিবাচক খবর, সমাধান চালিত সাংবাদিকতা, গঠনমূলক রিপোর্টিং এবং অনুরূপ মত রিপোর্ট করার ক্ষেত্রে যারা নেতৃত্বস্থানীয়, আমরা সেই সব ওয়েবসাইট এবং সংবাদ সংস্থার শিরোনাম অনুসরণ করি। | Estem seguint l'exemple de moltes altres pàgines web i de noves organitzacions periodístiques que són pioneres en aquest tipus de cobertura sota el principi de publicar notícies positives, pioners en periodistes que els motiven les solucions, en reportatges constructius i similars. |
17 | এমনকি হাফিংটন পোস্টেরও একটি ভালো সংবাদ বিভাগ রয়েছে (যদিও আপনি সম্ভবত সেখানে আরো ভালো গল্প খুঁজে পাবেন যে ধরণের গল্প আপনি আগে গ্লোবাল ভয়েসেসে দেখেছেন)। | Fins i tot el Huffington Post té una secció de bones notícies [en] (encara que probablement trobareu més històries de mascotes galanxones allí que a Global Voices). |
18 | আমরা চাই, গ্লোবাল ভয়েসেসে আপনার দেখা পৃথিবীটি সুন্দর হোক। | El món que volem que experimenteu a Global Voices és bonic. |
19 | এটি সাহসী এবং সৃজনশীল ব্যক্তিদের অধ্যুষিত একটি প্লাটফর্ম যারা পৃথিবীকে একটি উত্তম জায়গা হিসেবে তৈরীতে বিশ্বাসী। | L'habiten individus valents i creatius que creuen que cal fer del món un lloc millor. |
20 | হয়তো এমনকি আপনি আমাদের পাঠকদের একটা ধারনা দিতে পারেন যে আমাদের সাহায্য করার জন্য তাঁদেরও কিছু করার আছে। | Potser, fins i tot podem donar als nostres lectors la sensació que també hi ha coses que poden fer per ajudar. |
21 | আমাদের শুভ সংবাদ বিভাগটি একবার দেখে নিন এবং গ্লোবাল ভয়েসেসে আপনি আরও কি কি দেখতে চান তা আমাদের জানান। | Feu una ullada a les nostres bones notícies i deixeu-nos saber què més us agradaria veure a Global Voices. |