Sentence alignment for gv-ben-20130707-37295.xml (html) - gv-cat-20130707-5835.xml (html)

#bencat
1মিশরীয়'রা বলছে: “এটা অভ্যুত্থান নয়”Egipte: bloguers critiquen la cobertura de la CNN americana
2এই পোস্ট আমাদের মিশরীয়'রা মুরসিকে ছুঁড়ে ফেলেছে বিশেষ কভারেজের অংশ।
3মার্কিন যুক্তরাষ্ট্র মিশরীয় ঘটনাবলিতে অযাচিত হস্তক্ষেপ করছে।
4এমনকি সংবাদ প্রদানের ক্ষেত্রেও।Aquest article forma part de la cobertura especial Els egipcis enderroquen Mursi.
5বিশেষ করে সিএনএন-এর রাজনৈতিক সংবাদের ক্ষেত্রে যা গত রাতের অগ্নিগর্ভ পরিস্থিতির পর শুরু হয়েছে।La intromissió dels Estats Units en els afers egipcis i la cobertura que les agències de notícies (especialment de la CNN) estan fent de la situació política a Egipte van ser el punt de mira dissabte a la nit.
6দায়িত্ব পালনের এক বছরের মাথায় প্রেসিডেন্ট পদ থেকে মোহাম্মদ মুরসিকে সরিয়ে দেয়ায় দেশজুড়ে উত্সব শুরু হয়।La destitució de l'expresident egipci Mohamed Mursi després d'un any de govern va acollir celebracions arreu del país així com una tongada de violència [en] entre partidaris i detractors de Mursi.
7যদিও মুরসি সমর্থক ও বিরোধীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মুরসি'র সমর্থকরা বলছেন, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে।Mentre els partidaris de Mursi diuen que la retirada del poder de Mursi va ser un cop d'estat militar, el campament d'oposició a Mursi insisteix que es tracta de la voluntat del poble, la qual, amb l'ajuda de les esferes militars poderoses, ha fet possible la destitució.
8কিন্তু মুরসি বিরোধীরা বলছে, জনগণের ইচ্ছায় সামরিক বাহিনী এই কাজ করেছে।
9ক্ষমতাধর সেনাবাহিনী সমর্থন দিয়েছে বলেই তাকে অপসারণ করা সম্ভব হয়েছে।Hi ha gent a qui li molesta també la intromissió dels Estats Units en els afers egipcis.
10মিশরের ঘটনাবলিতে অযাচিত হস্তক্ষেপ করায় অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ক্ষিপ্ত।Diuen que la “declaració provocativa” [en] del president dels Estats Units, Barack Obama, ignora les masses que van sortir al carrer per reclamar la seva llibertat i, en canvi, fa servir la carta de l'ajuda humanitària.
11তারা বলছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার “উস্কানিমূলক বিবৃতি“তে মত প্রকাশের স্বাধীনতার দাবিতে যে জনগণ পুনরায় রাস্তায় নেমে এসেছে, তাদের উপেক্ষা করা হয়েছে।
12ওবামা জুলাইয়ের তিন তারিখে এই বিবৃতি দেন:La declaració dels Estats Units, emesa el 3 de juliol, afirma:
13মার্কিন যুক্তরাষ্ট্র খুব ঘনিষ্ঠভাবে মিশরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।Els Estats Units observem la canviant situació a Egipte, i creiem que, en última instància, el futur d'Egipte només el pot determinar el poble egipci.
14আমরা বিশ্বাস করি, মিশরের ভবিষ্যত্ কি হবে, তা মিশরের জনগণই ঠিক করবেন।
15সামরিক বাহিনী প্রেসিডেন্ট মুরসিকে অপসারণ এবং সংবিধান স্থগিত করায় আমরা উদ্বিগ্ন।De tota manera, ens preocupa molt la decisió presa per les Forces Armades egípcies de destituir el president Mursi i de suspendre la constitució egípcia.
16আমি মিশরীয় সামরিক বাহিনীকে আহবান জানাবো অতি দ্রুত স্বচ্ছতার সাথে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে।Demano a l'exèrcit egipci que actuï de manera ràpida i responsable per tal de retornar l'autoritat plena a un govern civil elegit democràticament tan aviat com sigui possible per mitjà d'un procés inclusiu i transparent que eviti la detenció arbitrària del president Mursi o dels seus partidaris.
17প্রেসিডেন্ট মুরসি এবং তার সমর্থকদের নির্বিচারে গ্রেফতার পরিহার করার আহবান জানাবো।
18আজকের অগ্রগতি হলো, আমি আমার সংশ্লিষ্ট বিভাগ এবং এজেন্সিকে নির্দেশ দিয়েছি মার্কিন আইন অনুযায়ী মিশরীয় সরকারকে সহায়তা করার।Tenint en compte els esdeveniments d'avui, he encomanat als departaments i a les agències pertinents que revisin les implicacions de la nostra assistència al govern d'Egipte d'acord amb les lleis dels Estats Units.
19মার্কিন সরকারের এই প্রতিক্রিয়ার পর সিএনএনের সরাসরি সম্প্রচার কার্যক্রমকে অনেক নেটিজেন অপসারিত ব্রাদারহুড প্রেসিডেন্টের প্রতি নিষ্প্রাণ সমর্থন হিসেবে অভিহিত করে।
20এমনকি মুরসি সমর্থকদের শান্তিপ্রিয় বলে প্রচার, জনপ্রিয় দাবি হলো “অভ্যুত্থান”, মুসলিম ব্রাদারহুডের “শান্তিপ্রিয়” সমর্থকদের ওপর সেনাবাহিনীর আক্রমণ ইত্যাদি প্রচারের অভিযোগও আনেন নেটিজেনরা:Després d'aquesta reacció, la CNN, que cobria els esdeveniments en directe, va començar el que molts internautes han anomenat “una campanya insípida de suport al president destituït dels Germans Musulmans i a la seva legitimitat que descriu les concentracions de suport a Mursi de “pacífiques” i anomena les demandes populars “un cop d'estat” i denuncia l'acció militar contra els manifestants “pacífics” que donen suport als Germans Musulmans:
21@:CNN অভ্যুত্থানের অভিযোগে মুরসি সমর্থকরা সহিংসতায় মেতে ওঠে। http://on.cnn.com/11nnpPL@:CNN La violència explota quan els partidaris de Mursi denuncien el cop d'estat http://on.cnn.com/11nnpPL [en]
22সিএনএন-এর নতুন লোগো। ছবি পোস্ট করেছেন @aelsadekEl nou logotip de la CNN - imatge publicada per @aelsadek
23সিএনএন-এর জন্য সাদেক নতুন লোগো তৈরি করেছেন।El nou logotip [en] per a la CNN publicat per Sadek inclou l'emblema dels Germans Musulmans.
24এতে মুসলিম ব্রাদারহুডের প্রতিকও রয়েছে।La frase en àrab és el seu lema [ar]: Arma't.
25আরবিতে তাদের নীতিবাক্যটাও লেখা আছে: নিজেকে প্রসারিত করো।Wael va contestar amb imatges al que considerava una explicació tergiversada dels fets:
26সিএনএন-এর ঘটনা টুইস্টেড করার প্রতিবাদে ওয়ায়েল টুইটারে ছবিসহ পোস্ট করেছেন:
27@Waelucination শান্তিপ্রিয় প্রতিবাদ?@Waelucination Manifestacions pacífiques?
28মিথ্যাচার থামান।Pareu de dir mentides @CNN pic.twitter.com/y9AamNfKXF [en]
29@সিএনএন pic.twitter.com/y9AamNfKXFLes concentracions pacífiques dels Germans Musulmans.
30মুসলিম ব্রাদারহুডের “শান্তিপ্রিয়” বিক্ষোভ।@Waelucination es queixa que la CNN menteix en la imatge que dóna dels manifestants partidaris de Mursi.
31@Waelucination যুক্তি দেখিয়ে বলেন, মুরসি সমর্থক বিক্ষোভকারীদের ব্যাপারে সিএনএন মিথ্যা বলছে।Aquesta fotografia mostra les milícies armades entre els manifestants. May Kamel va subratllar el següent sobre l'objectivitat de la cadena CNN quan emetia els conflictes instigats pels partidaris de Mursi:
32এই ছবিতে মুরসি সমর্থকদের মধ্যে সশস্ত্র সমর্থকদেরও দেখা যাচ্ছে।
33মুসলিম ব্রাদারহুড সমর্থকদের উস্কানিতে সহিংসতার সময় সিএনএন নেটওয়ার্কের সম্প্রচার কৌশল কি হয়, তা তুলে ধরেছেন মে কামেল:
34@MayKamel এখন #মুসলিম ব্রাদারহুডের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে #তাহরির স্কয়ারের জনতার ওপর আক্রমণ করছে।@MayKamel Ara que #MBareterrorists [els Germans Musulmans són terroristes] ataquen la gent a #Tahrir amb munició, la CNN Live no s'interessa a emetre-ho.
35কিন্তু সিএনএন তা সরাসরি প্রচার করছে না।#CNN_STOP_Lying_About_Egypt [CNN deixa de mentir sobre Egipte]
36মিশর নিয়ে মিথ্যা প্রচার বন্ধ করো সিএনএন। মার্কিন প্রশাসন এবং মিডিয়ার প্রতিক্রিয়া দেখে অবস্থার আরো অবনতি হয়।Agreujat per l'administració dels Estats Units i la resposta dels mitjans de comunicació, els internautes van utilitzar les etiquetes #not_a_coup [no és un cop d'estat] i #MindYourOwnBusinessUS [Estats Units no us poseu on no us demanen] a Twitter.
37নেটিজেনরা টুইটারে #এটাকোনোঅভ্যুত্থাননয় এবং #আমেরিকানিজেরচরকায়নিজেতেলদাও হ্যাশট্যাগ শুরু করে।
38ওয়ালিদ লিখেছে:Waleed diu:
39@WilloEgy #মুরসির পদত্যাগের দাবিতে ৩৩ মিলিয়ন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে।
40আপনি এখনও একে সামরিক অভ্যুত্থান বলছেন? আপনি ঘটনার ভুল উপস্থাপন করছেন।@WilloEgy 33 milions al carrer demanant que #Mursi deixi el poder i encara en dieu cop d'estat militar?
41যদিও আহমেদ সাব্রি লিখেছে:Esteu tergiversant els fets deliberadament.
42@A_M_Sabry #মিশরকে পরিচালনার জন্য আমরা #ওবামাকে কখনোই নির্বাচিত করিনি… আমি মনে করি #আমেরিকানিজেরচরকায়নিজেতেলদাও।
43বাহিয়া আরো যোগ করেন:Mentrestant Ahmed Sabry publica:
44@Baheyah: #মিশরেরজনগণেরবিপ্লবকোনোসামরিকঅভ্যুত্থাননয়।
45#মুরসিকে উত্খাতের জন্য মিশরের সাধারণ জনগণ গণবিধ্বংসী অস্ত্র হিসেবে তাদের কণ্ঠস্বরকে ব্যবহার করেছে।
46জুন ৩০: দ্য রিয়েল ডিল শিরোনামের পোস্টে ইয়াশরা বদ্রু বলেছেন, মুসলিম ব্রাদারহুডের এক বছরের শাসনে মিশরীয় জাতি বঞ্চনার শিকার হয়েছে।
47এটা আমাদের দীর্ঘ অপেক্ষার উদযাপনের প্রহর নিয়ে এসেছে। আর তাদেরকে দিয়েছে শেষকৃত্যের নীরবতা।@A_M_Sabry #no vam escollir #Obama per governar #Egipte… Penso que #MindYourBusinessUS [Estats Units no us poseu on no us demanen]
48তিনি আরো লিখেন:Baheyah afegeix:
49আমি রাজনৈতিক অ্যাক্টিভিস্ট নই। কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধি নই।@Baheyah: #EgyptianRevolutionNotMilitaryCoup [revolució egípcia, no cop d'estat] els egipcis van sortir al carrer per fer fora a #Mursi fent servir la seva arma de distracció massiva = la seva VEU.
50এমনকি কোনো বিশেষজ্ঞও নই। আমি হাজারো মিশরীয়দের একজন যে প্রেসিডেন্টের ভবন থেকে মুরসির অপসারণ চায়।A l'entrada al seu blog amb títol 30 de juny: ara va de debò [en], Yusra Badr diu que el govern d'un any dels Germans Musulmans ha privat el poble egipci de les tan esperades celebracions i les ha convertides en funerals.
51আমি হাজারো মন ভেঙ্গে যাওয়া সেই মিশরীয়দের একজন যারা ৩০ জুনের বিজয় এনেও বঞ্চনার শিকার হয়েছে।Afegeix: No sóc una activista política, no sóc periodista i no sóc una analista experta, però sóc una entre els milions d'egipcis que volen Mursi fora del palau presidencial.
52সত্যের বিকৃত সাধন করা হয়েছে।
53বিভ্রান্তি ছড়িয়ে বিশ্বের সামনে আমাদের নতজানু করা হয়েছে। পরে তিনি সমাপ্তি টেনে লিখেন:Sóc també una entre els milions que els fa mal el cor quan ens priven de la victòria que hem aconseguit el 30 de juny amagant la veritat i confonent el món que ens mira.
54আমার এই লেখায় আপনি সেটা পাবেন।
55আমি মাঝরাতে এই লেখা লিখেছি।I conclou:
56খুব সাদামাটাভাবে লেখা। কোনো তথ্যসূত্রও এতে ব্যবহার করা হয়নি।Aquí ho teniu, en poques paraules, potser peco d'innocència perquè escric això a la matinada i no he fet servir cap referència.
57যদিও আমার কাছে তথ্যসূত্র অপ্রয়োজনীয় বলেই মনে হয়। কেননা, আমি গত এক বছর ধরে দু:স্বপ্নের মধ্যে বসবাস করছি।Però no necessito referències perquè fa un any que visc en aquest malson i estic orgullosa d'allò que hem fet el 30 de juny i del suport del nostre exèrcit.
58৩০ জুনে আমরা যা করেছি, তা নিয়ে আমি গর্বিত।S'ha acabat, ara va de debò.
59এমনকি সেনাবাহিনীকে সমর্থন দেয়া নিয়েও। এটাই প্রকৃত সুবিচার।No es tracta d'un cop d'estat, és la voluntat d'una nació que es fa realitat d'una manera poc convencional.
60এটা কোনো সামরিক অভ্যুত্থান নয়।Aquest article forma part de la cobertura especial Els egipcis enderroquen Mursi.
61প্রথাবিরোধী আচরণের মধ্যে দিয়েই জনগণের জীবনে নতুন ভোর আসবে।