Sentence alignment for gv-ben-20120608-27703.xml (html) - gv-cat-20120611-2003.xml (html)

#bencat
1স্পেন: ব্যাংকের দায়মুক্তির বিরুদ্ধে গণতহবিলEspanya: Projecte de finançament col·lectiu contra la impunitat de la banca
2এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সংকটে ইউরোপ-এর অংশ।
3সরকারের নির্লিপ্ততা এবং জেলা অ্যাটর্নির কার্যালয় ব্যাংকিয়া‘র সাবেক চেয়ারম্যান রডরিগো রাতোকে দিয়েই ব্যাংকিয়ার ব্যবস্থাপনা তদন্ত করার পরিপ্রেক্ষিতে আদালতে একটি অভিযোগ দায়ের করার এবং দক্ষতার সাথে একটি আইনগত তদন্ত পরিচালনার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্যে স্পেনের জনগণ অনুদানের মাধ্যমে তহবিল সংগ্রহ করছে।Davant de la passivitat del Govern i de la Fiscalia a favor d'una investigació sobre la gestió de l'expresident de Bankia, Rodrigo Rato, la gent va recaptar diners de les donacions per a presentar una querella als tribunals i poder complir els requisits per a poder-la processar eficaçment. La iniciativa ha tingut un seguiment massiu a través de les xarxes socials amb diverses etiquetes, entre les que es troba #CrowdfundPaRato.
4সামাজিক নেটওয়ার্কেগুলোতে কয়েকটি হ্যাশট্যাগে উদ্যোগটি ব্যাপকভাবে অনুসৃত, যাদের একটি হলো #গণতহবিলপারাতো [স্প্যানিশ ভাষায়]।En 24 hores es van aconseguir més dels 15.000€ necessaris, arribant a col·lapsar la web de crowdfunding Goteo durant unes hores.
5গণতহবিলের গোতেও ওয়েবসাইটটিকে কয়েক ঘণ্টার জন্যে অবসন্ন করে দিয়ে [স্প্যানিশ ভাষায়] ২৪ ঘন্টায় প্রয়োজনীয় তহবিল ১৫ হাজার ইউরোর চেয়ে বেশি সংগৃহিত হয়েছে।Els organitzadors demanen que no es donin més diners de moment ja que han assolit l'objectiu amb escreix. A la pàgina web de Goteo habilitada per al projecte de finançament col·lectiu s'explica que la motivació i l'objectiu del projecte és:
6ইতোমধ্যেই অনেকটা উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয়েছে বলে উদ্যোক্তারা আর কোন অর্থ দান না করতে বলেছেন।La Constitució espanyola, en el seu article 119, estableix que la justícia serà de franc quan així disposi la Llei i, en tot cas, per als qui acreditin insuficiència de recursos per a litigar.
7গণতহবিল প্রকল্পের জন্যে সক্রিয় করা ওয়েবসাইটটি [স্প্যানিশ ভাষায়] এই প্রকল্পের প্রণোদনা এবং উদ্দেশ্য ব্যাখ্যা করেছে:En el nostre cas, tenim clar que ficar a Rato i a la resta de responsables de l'Estafa Bankia a la presó no és precisament una iniciativa que hagi de ser recolzada pels que fan les lleis.
8এই ক্ষেত্রে এটা আমাদের কাছে স্পষ্ট যে ব্যাংকিয়ার জালিয়াতির জন্যে দায়ী রাতো এবং অন্যান্য কর্মকর্তাদের কারাগারে আনার উদ্যোগটি আইন প্রণেতারা সহজেই সমর্থন করবেন না।Tampoc ajudarà que acreditem que no disposem de l'enorme quantitat de recursos econòmis que es requereixen per a un procés d'aquesta dimensió. En definitiva, no podrem comptar amb els instruments de l'Estat (que tampoc és que ens en refiem gaire).
9বাস্তবে আমাদের কাছে বিশাল পরিমাণ টাকা না থাকায় এই প্রক্রিয়াটি কোনভাবেই কাজে লাগবে না।A més, pensen que no podem fer-ho perque no tenim diners, però no saben que som molts i que, amb una petita aportació de cadascú, ho aconseguirem.
10অল্প কথায়, আমরা রাস্ট্রের হাতিয়ারগুলোর উপর ভরসা করতে পারবো না যন্ত্রের উপর গণনা করতে সক্ষম হবে না (আমরা যে তাদের খুব একটা বিশ্বাস করি তা নয়)।Banner per la campanya de finançament col·lectiu per a processar a Rodrigo Rato de Goteo.
11এবং তারা মনে করে অর্থের অভাবে আমরা এটা করতে পারবো না।En el seu bloc steph.es/blog, @fanetin explica com es desglossaran els diners:
12কিন্তু তারা জানে না যে আমরা অনেক এবং আমাদের প্রত্যেকের ছোত ছোট অবদানেই আমরা এটা করে ফেলতে পারবো।Certament, la iniciativa popular per a processar als responsables de la crisi econòmica a Espanya continua en marxa i és més forta que mai.
13গোতেওর ব্যানার স্টেফ.Com es pot llegit a la web del moviment 15mparato:
14এস[স্প্যানিশ] ব্লগে @ফানেতিন ব্যাখ্যা করেছেন টাকা কিভাবে ভাগ হবে: নিঃসন্দেহে স্পেনে অর্থনৈতিক সংকটের জন্যে দায়ীদের বিচার করার জনপ্রিয় উদ্যোগ এখনও চালু রয়েছে এবং যেকোন সময়ের তুলনায় শক্তিশালী।Emprendrem accions criminals i civils contra els integrants del Consell d'Administració de Bankia, en l'època en la que va ser presidit pel senyor Rodrigo Rato i contra el Consell d'Administració del Banco Financiero y de Ahorros, la matriu tòxica i ruïnosa que van endossar a l'Estat.
15১৫এমপারাতো [স্প্যানিশ ভাষায়] ওয়েবপেজে যেমন পড়া যাবে:
16আমরা তার কারাদণ্ড এবং বেআইনিভাবে স্টক প্রদান করে অর্জন করা পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুরোধ করবো।Sol·licitem la presó i l'embargament dels seus béns pel valor equivalent a la quantitat obtinguda amb la col·locació irregular d'accions.
17তারা চার লক্ষ বিনিয়োগকারীকে - বেশিরভাগ ক্ষেত্রেই, ব্যাংকের গ্রাহকদের - অর্থ প্রতারণা করেছে এবং রহস্যজনকভাবে সেগুলো এখন লা-পাত্তা হয়ে দেশটিকে দেউলিয়া হবার দ্বারপ্রান্তে টেনে এনেছে।Han enganyat a 400.000 inversors, en molts casos estalviadors de l'entitat, per a sostreure'ls els diners i ara, misteriosament, ha desaparegut, arrossegant el país gairebé fins al rescat.
18এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সংকটে ইউরোপ এর অংশ।