# | ben | cat |
---|
1 | চীনের বিতর্কিত তিব্বত থিম পার্ক প্রকল্প | Presentat el controvertit projecte per a un parc temàtic al Tibet |
2 | পর্যটকদের আকৃষ্ট করতে গত মাসে চীনা সরকার তিব্বতে ৩ হাজার কোটি রেনমিনবির (৩লক্ষ ৮৫হাজার ১৬৫ কোটি টাকা) একটি থিম পার্ক প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছে। | El mes passat, el govern xinès va anunciar [en] que emprendrà al Tibet un projecte de parc temàtic, que costarà 30 mil milions de iuans (uns 3600 milions d'euros), amb l'objectiu d'atraure turistes. |
3 | প্রথমে পার্কটিতে একজন তিব্বতী রাজা কর্তৃক তাঙ-রাজবংশের সম্রাটের ভাইঝিকে বিয়ে করার কাহিনী নিয়ে রাজকুমারী ওয়েনচেঙ নামের একটি সিনেমার চিত্রধারণ করা হবে। | El parc es farà servir, en primer lloc, com a escenari per a la filmació de la pel·lícula La Princesa Wencheng, la història de la neboda d'un emperador de la dinastia Tang que es va casar amb un rei tibetà. |
4 | এটি লাসা শহরের প্রান্তে ৮০০ হেক্টর (১৯৭৬. ৮৪ একর) জমির উপর প্রতিষ্ঠিত। | S'ubicarà als afores de la ciutat de Lhasa i s'estendrà sobre 800 hectàrees de terra. |
5 | তিব্বতী ভিন্নমতাবলম্বীরা প্রকল্পটিকে সত্যিকারের তিব্বতী সংস্কৃতির ভাগাভাগি এবং সংরক্ষণের পরিবর্তে বরং “তিব্বতের ডিজনীকরণ” হিসেবে বর্ণনা করেছে। | Els dissidents tibetans han descrit el projecte com la «Disneyficació del Tibet» [en] més que una manera genuïna de compartir i preservar la cultura del país. |
6 | রাজনৈতিক ও মতাদর্শগত বিতর্ক বাদ দিলেও এমনকি হান চীনা বৃত্তের মধ্যেও উন্নয়ন প্রকল্পটি অত্যন্ত বিতর্কিত। | Deixant de banda els debats polítics i ideològics, fins i tot dins del cercle de l'ètnia xinesa Han, el desenvolupament del projecte és altament controvertit. |
7 | সিনা ওয়েইবো ব্যবহারকারী @১৬৯০৭৩৭৫৮০ মনোনীত থিম পার্ক নির্মাণ এলাকার কিছু ছবি পোস্ট করেছেন [চীনা ভাষায়] এবং স্বীকার করেছেন এই উন্নয়নটির জন্যে এমন একটি পরিবেশের ক্ষতিতে তিনি বিরাট দু:খ পেয়েছেন: | La usuària @1690737580 de Sina Weibo va postejar algunes fotos [zh] que va prendre de l'emplaçament de l'esmentat parc temàtic i va confessar que sentia gran recança per la pèrdua d'un entorn semblant en profit del desenvolupament: |
8 | সিজিয়াওলিন গ্রাম। | Vila de Cijiaolin. |
9 | ছবি তুলেছেন সিনা ব্যবহারকারী @১৬৯০৭৩৭৫৮০ | Fotos de la usuària de Sina @1690737580 |
10 | সিজিয়াওলিন গ্রাম লাসা শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে। | La vila de Cijiaolin es troba a sols 2 quilòmetres de la ciutat de Lhasa. |
11 | কিংবদন্তী মতে এখানেই রাজকুমারী ওয়েনচেঙ এবং তার ভৃত্য বসতি স্থাপন করেছিলেন। | Segons la llegenda, ací fou on la princesa Wencheng i el seu criat es van establir. |
12 | এটি তিব্বতীদের সময় কাটানোর জন্যে একটি বিস্ময়কর স্থান। | És un lloc d'esbarjo meravellós per als tibetans. |
13 | এটি একটি বিশাল এক টুকরা তৃণভূমি আর পর্বত ও নদী পরিবেষ্টিত। | Està envoltat de muntanyes i de rius, amb àmplies praderies. |
14 | আপনি সেখান থেকে পোটালা প্রাসাদ [দালাই লামার সাবেক প্রধান বাসভবন] দেখতে পাবেন। | Des d'allà, es pot veure el Palau de Potala (l'antiga residència principal del Dalai Lama). |
15 | তিন বছরের মধ্যে একটি চার তারকা হোটেলসহ একটি তথাকথিত সাংস্কৃতিক পার্ক - প্রিন্সেস ওয়েনচেঙ থিম পার্ক - এই দৃশ্যগুলোকে প্রতিস্থাপিত করবে। | En tres anys, aquest bell escenari serà substituït per un presumpte parc cultural, el parc temàtic de la princesa Wencheng, amb un hotel de 4 estrelles. |
16 | অবশ্যই পর্যটনের উন্নয়নের কিছু সুবিধা আছে। তবে আমি সত্যিই সত্যি আশা করি সবকিছু আগের মতোই থাকুক। | Per descomptat que hi haurà algun advantatge per a l'expansió turística, però realment espere que tot es quede com està. |
17 | নেটইজ মাইক্রো ব্লগে বিষয়টি নিয়ে নেটাগরিকদের মতামত সংগ্রহের জন্যে একটি ফোরাম [চীনা ভাষায়] স্থাপন করা হয়েছে। | Al microbloc Netease, s'ha establert un fòrum [zh] per a recollir les opinions dels ciberciutadans sobre l'assumpte. |
18 | এর সমর্থনে (বলেছেন): | A favor: |
19 | @০১৪৭৭৩৯২৪১: আমি লাসার জন্যে আমার সমর্থন প্রকাশ করতে চাই। | @0147739241: Vull expressar el meu suport a Lhasa. |
20 | এটি অবশ্যই একটি ভালো প্রকল্প। | Aquest ha de ser un bon projecte. |
21 | সুবিধা প্রদানকারী হিসেবে সরকার সমস্ত টাকা বিনিয়োগ করতে পারে না। এটা বিনিয়োগের একটি আহবান। | El govern, com a coordinador, no pot aportar tot el pressupost, aquesta és una crida als inversors. |
22 | এটি শুধু স্থানীয় পর্যটন উন্নয়নে সাহায্য করবে না বরং এতে অনেক সড়ক ও সেতুর মতো নির্মাণ প্রকল্পও রয়েছে। | No només afavoreix el desenvolupament del turisme local, sinó que a més fomenta nombrosos projectes constructius, com ara carreteres i ponts. |
23 | এটা জনগণের জন্যে ভাল। | Això és bo per a la gent. |
24 | লাসা একটি আন্তর্জাতিক পর্যটন স্থানে উন্নীত হবে। | Es promocionarà Lhasa com un punt turístic internacional. |
25 | @বেনিডাব্লিউএফএফজি: ঐতিহ্যকে কিছু প্রদান করা ভাল। | @bayniwffg: És positiu crear patrimoni. |
26 | শুধু নিশ্চিত নই তহবিল সত্যিকারভাবেই ভাল জায়গায় যাবে নাকি আপচয় হবে। | Sols que no estic segur si els fons aniran realment al lloc correcte o es malbarataran. |
27 | এখনো আমাদের অনেক ক্ষুধার্ত শিশু আছে যাদের শিক্ষা নেওয়ার সামর্থ নেই। | Encara tenim molts nens que moren de fam i que no poden permetre's una educació. |
28 | নিচে প্রকল্পটির বিরোধী নেটাগরিকদের কিছু মতামত দেওয়া হলো: | Dessota hi ha algunes opinions de ciberciutadans contraris al projecte: |
29 | লাসার পোটালা প্রাসাদ সবসময়েই তিব্বতের পর্যটন আকর্ষণ। | El Palau de Potala a Lhasa sempre ha estat una atracció turística del Tibet. |
30 | ফ্লিকার ব্যবহারকারী জেমি বারাসের ছবি (সিসি: এনসি-এসএ) | Foto de l'usuari de Flickr Jamie Barras (CC: NC-SA) |
31 | @এক্সএসসিসিএলডি১৮৭: আমাদের থিম পার্ক নির্মাণ করা উচিৎ নয়। | @xsccld187: No hauríem de construir el parc temàtic. |
32 | লাসা প্রাকৃতিক সম্পদ, জাতিগত চরিত্র এবং সংস্কৃতি সমৃদ্ধ। | Lhasa disposa d'abundants recursos naturals, i d'un caràcter i una cultura propis. |
33 | পর্যটকদের আকর্ষণের জন্যে কোন থিম পার্ক ব্যবহার এবং কৃত্রিম নির্মাণের দরকার নেই। | No necessita de parcs temàtics ni de construccions artificals per atraure turistes. |
34 | প্রকল্পটি ব্যর্থ হলে এটি লাসা সম্পর্কে জনগণের ইতিবাচক চিত্র বিনষ্ট করবে এবং পর্যটকদের সংখ্যা কমে যাবে। | Si el projecte fracassa, arruïnarà la imatge positiva de Lhasa i el nombre de turistes disminuirà. |
35 | অবশেষে এটা অপচয়ে পর্যবসিত হবে। | Al final, serà un desperdici. |
36 | @৪১০৭৫৩২৩৭: আমাদের যখন সঠিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে টাকার দরকার তখন আপনি নিজেকে খুব গরিব বলে কান্নাকাটি করেন। | @410753237: quan necessitem diners per a una bona causa, ploren i es lamenten que són pobres. |
37 | (অথচ এরকম) একটি অগোছালো প্রকল্পের জন্যে আপনার রয়েছ যত সব টাকা। | Per a un projecte tèrbol com aquest, els sobren els diners. |
38 | @ক্ষুদ্রইঁদুর: আমাদের তিব্বত ভ্রমণের কারণ স্বর্গ এবং আধ্যাত্মিক দুনিয়া কাছাকাছি যাওয়া, পর্বত ও নদী পরিবেষ্টিত বিশ্বাসের শুদ্ধতার অভিজ্ঞতা নেয়া। | @ratpetty: El nostre motiu per viajtar al Tibet és acostar-nos al Cel i al món espiritual, per tal d'experimentar la puresa de la fe envoltats de muntanyes i rius. |
39 | আমরা বাস্তবের জীবন্ত তিব্বত দেখতে চাই, শিল্প-সংস্কৃতির শ্রুতিমধূরতার আাড়ালে কৃত্রিম এবং কুরুচিপূর্ণ নির্মাণ দেখতে চাই না। | Volem veure la vida real al Tibet, no una construcció artificial i vulgar sota l'eufemisme de cultura i art. 30 mil milions de iuans? |
40 | ৩০হাজার কোটি রেনমিনবি? এটি জনগণ এবং তাদের জীবিকা উন্নত করার জন্যে ব্যয় করুন। | Que s'invertisquen en el poble i en millorar les seues condicions de vida. |