Sentence alignment for gv-ben-20140526-43352.xml (html) - gv-cat-20140522-8500.xml (html)

#bencat
1পরিষ্কার তিউনিশিয়ার জন্য ‘আবর্জনা সেলফি’‘Autofotos brossa’ en favor d'una Tunísia neta
2সম্প্রতি বেশ কিছু তিউনিশিয়ান তাঁদের দেশের রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনার পাশে দাঁড়িয়ে সেলফি (নিজের ছবি) তুলছেন।Un grup de tunisencs s'ha començat a fer autofotos amb munts d'escombraries de fons i les fa circular per les xarxes socials amb l'etiqueta #SelfiePoubella (‘selfie brossa') per a denunciar la brutícia que omple els carrers del país.
3পরে সেগুলো #সেলফিপাউবেলা (‘আবর্জনা সেলফি') হ্যাশট্যাগের মাধ্যমে সামাজিক নেটওয়ার্কিং সাইটে প্রকাশ করছেন।Es tracta d'una reacció als selfies i fotos penjats a la xarxa pel ministre de Turisme, Amel Karboul, per a promoure el turisme al país nord-africà.
4দেশের রাস্তাগুলোকে ভরিয়ে তোলা আবর্জনা স্তূপের প্রতি নিন্দা জানিয়ে তাঁরা এই সেলফি কার্যক্রম শুরু করেছেন।El 16 de maig, els administradors de la pàgina de Facebook ‘Clean Tunisia' van llançar una crida [fr] als usuaris a publicar-hi autofotos:
5উত্তর আফ্রিকান দেশগুলোর পর্যটনের প্রচারনার জন্য পর্যটন মন্ত্রী আমেল কারবাউল সামাজিক মিডিয়াতে বেশ কিছু সেলফি এবং ছবি পোস্ট করলে তাঁর প্রতিক্রিয়া হিসেবে তিউনিশিয়ানদের এই প্রচারাভিযান শুরু হয়।Esperem les vostres autofotos per a mostrar la gravetat de la situació dels nostres carrers a tot el país… Les autoritats busquen amagar la trista realitat dels nostres barris amb postals de bonics paisatges de Tunísia i s'obliden que hi ha gent que viu entre escombraries…
6গত ১৬ মে তারিখে, ‘ক্লিন তিউনিশিয়া'র ফেসবুক পাতার প্রশাসক ব্যবহারকারীদের প্রতি তাদের সেলফি আপলোড করার [ফরাসী ভাষায়] আহ্বান জানিয়েছেন:
7আমাদের দেশের সর্বত্র ছড়িয়ে থাকা ও রাস্তার পাশের আবর্জনার করুন অবস্থা দেখা এবং প্রদর্শন করার জন্য আমরা আপনার সেলফির অপেক্ষায় রয়েছি … তারা আমাদের প্রতিবেশীদের কাছে তিউনিশিয়ার সুন্দর ল্যান্ডস্কেপ সমৃদ্ধ পোষ্টকার্ড দিয়ে আমাদের এলাকাগুলোর মধ্যে দু:খের বাস্তবতাকে আড়াল করতে এবং মানুষ যে আবর্জনার মাঝে বসবাস করছে তা ভুলে যেতে চাইছেন …
8১৯ মে তারিখের আরেকটি পোস্টে অন্য একটি বার্তা [ফরাসী ভাষায়] জানানো হয়েছে।En un altre missatge publicat [fr] el 19 de maig deien:
9সেখানে বলা হয়েছে: কারবুলার [পর্যটন মন্ত্রী] সেলফি যদি ভাল পর্যটনের কারণ দ্বারা সমর্থনযোগ্য হয়, তাহলে সেলফি পউবেলা শুধু পর্যটন ভিত্তিক নয় বরং নাগরিক সমাজের সুবিধা সম্বলিত একটি প্রচারাভিযান।Si els selfies del ministre de Turisme es justifiquen generalment per la bona causa turística, aquesta campanya de Selfie Poubella és tant d'interès turístic com ciutadà perquè apel·la, simplement, a netejar les ciutats de Tunísia d'escombraries.
10কারণ এর মাধ্যমে তিউনিশিয়ার শহরগুলো পরিষ্কারের জন্য আহ্বান জানানো হয়েছে, যেগুলোর মাধ্যমে এর রাস্তাগুলো আস্তাকুঁড়ে পরিণত হয়েছে।
11এই নীতির উদ্দেশ্য খুবই সহজ। এর ফলে তিউনিশিয়ার নাগরিকদের পাশাপাশি পরিষ্কার পাবলিক স্থান থেকে পর্যটকরাও সুবিধা পাবেন।El principi és ben simple (…) amb l'objectiu que el ciutadà tunisenc, com també el turista de pas, es beneficiï d'un espai públic net.
12চলুন, দেশের কর্মকর্তাদের আমাদের রাস্তার আসল চেহারা এবং পরিবেশ দূষণের বাস্তব চিত্র দেখিয়ে দিই।Ensenyem als responsables del país la cara real dels nostres carrers i la pol·lució del medi.
13গত এপ্রিল মাসে, সরকার রাস্তায় জমে থাকা আনুমানিক ৩০০ হাজার টন আবর্জনা সরিয়ে ফেলেছে এবং পরিস্কারক শ্রমিকদের গৃহীত অসুস্থ ছুটির সংখ্যা বৃদ্ধি করেছে।L'abril passat, el govern va calcular que les escombraries acumulades als carrers arribaven a les 300.000 tones i en culpaven les infrastructures ‘malmeses' de recollida i l'augment de les baixes laborals dels escombriaires.
14দেশের বিভিন্ন অঞ্চলে কর্তৃপক্ষ এবং সুশীল সমাজের দল দ্বারা চালুকৃত একাধিক পরিচ্ছন্নতা প্রচারণা সত্ত্বেও আবর্জনার স্তুপ বেড়েই চলেছে।Malgrat múltiples campanyes de neteja llançades per les autoritats i grups de la societat civil en moltes regions del país, la brossa continua amuntegant-se.