# | ben | cat |
---|
1 | মিশরীয়দের মুরসিকে নির্বাচনের কারণ… | Els egipcis van votar per Mursi perquè… |
2 | গত ২৪ জুন তারিখে মিশরের রাষ্ট্রপতি নির্বাচনে মোহাম্মদ মুরসির পক্ষে ভোট দেওয়া মিশরীয়রা টুইটারে অনুতপ্ত হয়েছেন - এবং তাদের খেদ একটি নতুন হ্যাশট্যাগে স্পষ্টঃ আমি মুরসিকে নির্বাচিত করেছি কারণ.. | Els egipcis que van votar Mohamed Mursi a les eleccions presidencials del 24 de juny expressen el seu penediment, que es fa evident en un nou hashtag: Vaig votar per Mursi perquè… |
3 | হ্যাশট্যাগটি [আরবি ভাষায়] - # _ انا انتخبت _ مرسي _ عشان (আমি মুরসিকে নির্বাচন করেছি কারন) এবং এটি হালকা চটুল এবং ব্যাঙ্গ-বিদ্রূপ উত্পন্ন করেছে। | El hashtag [ar] #انا_انتخبت_مرسي_عشان ha generat comentaris irònics i sarcàstics. |
4 | মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মুরসি, আহমেদ শফিকের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেন। আহমেদ শফিক ছিলেন হোসনি মুবারকের সর্বশেষ প্রধানমন্ত্রী, যিনি তার শাসনের বিরুদ্ধে দেশ ব্যাপী ১৮ দিন ধরে বিক্ষোভ চলায় ৩২ বছর পর পদত্যাগ করেন। | Mursi, el candidat dels Germans Musulmans, va guanyar la ronda final de les eleccions presidencials contra Ahmed Shafik, el darrer Primer Ministre de l'era Mubarak, que va dimitir després de 32 anys al poder arran dels 18 dies de protestes generals a tot el país contra el seu govern. |
5 | মুরসির শাসনের মাত্র কয়েক মাসের মধ্যে মিশরীয়রা তার প্রস্থানের দাবিতে রাস্তায় নেমেছেন। | Ara, després de només uns mesos de govern de Mursi, els egipcis tornen a ser al carrer exigint que marxi. |
6 | মুবারকের শাসনামলের মত, এবারের বিক্ষোভ সমাবেশও চূর্ণ করে দেওয়া হয় এবং প্রতিবাদকারী ও পুলিশের সংঘর্ষ তা সহিংসতায় রুপ নেয়। | I tal com passava durant el règim de Mubarak, les protestes són reprimides i esdevenen violentes quan manifestants i policia s'enfronten. |
7 | সারা হাসান বলেছেন [আরবি ভাষায়]: | Sara Hassan escriu [ar]: |
8 | @সারাম৭আসান২০১০ঃ আমি মুরসিকে নির্বাচিত করেছি কারণ, আমি শহীদের মত মরতে পারি। | @saram7assan2010: Vaig votar per Mursi per morir com a màrtir. |
9 | আহমেদ আরাফি নোট লিখেছেন: | Ahmed Arafi expressa: |
10 | @আহমেদআরাফিঃ মুরসি, আপনাকে তারা নির্বাচিত করেছে, যাতে তারা তাদের জুতা দিয়ে নিজেদের আঘাত করতে পারে। | @AhmedArafi: Et van votar, Mursi, per donar-se cops a si mateixos amb la sabata. |
11 | মোহাম্মদ সালাহ আরও বলেছেনঃ | Mohamed Salah afegeix: |
12 | @৭আগগঃ আমি মুরসিকে নির্বাচিত করেছি কারণ, আমি একজন কুকুরের বাচ্চা। | @7agog: Vaig votar per Mursi perquè sóc un desgraciat. |
13 | এবং মোহাম্মদ ইউসুফ ব্যাঙ্গ করেছেন: | I Mohamed Youssef ironitza: |
14 | @ইউসুফইয়ানঃ তিনি স্টাইলিশ এবং খুব ভাল ইংরেজী বলতে পারেন। তিনি স্বর্গবাসী রেনেসাঁস পাখির মতো দেখতে একমাত্র ব্যক্তি। | @yousufian: Vaig votar per Mursi perquè té estil i parla english molt bé i perquè és l'única persona que veu el benaurat ocell del renaixement [N.T. Renaixement és el projecte polític dels Germans Musulmans]. |
15 | আলেয়া গাড মন্তব্য করেছেন: | Alyaa Gad explica: |
16 | @আলেয়াগাডঃ আমি মুরসিকে নির্বাচিত করেছি কারণ, পাঁচ বছরের পরিকল্পনার অংশ হিসেবে তিনি ভবন ভেঙে, ট্রেন এবং রাস্তা বিপর্যয় বৃদ্ধির মাধ্যমে মিশরের জনসংখ্যা বিস্ফোরণ সমস্যার সমাধান করবেন। তিনি মিশরীয়দের অক্ষমও করে তুলবেন। | @AlyaaGad: Vaig votar per Mursi perquè ens solucionarà el problema de l'explosió demogràfica per mitjà d'un pla quinquennal que multiplicarà els accidents de tren i de trànsit i els esfondraments d'edificis i evitarà que els egipcis es reprodueixin. |
17 | এদিকে, @সালামোন্টি_ মুরসিকে নির্বাচনে তাঁর দায়িত্ব অস্বীকার করেছেনঃ | De la seva banda, @SaLaMonty_ nega la seva responsabilitat en l'elecció de Mursi: |
18 | @সালামোন্টি_: আল্লাহর নামে শপথ করে বলছি, আমি মুরসিকে নির্বাচিত করিনি। | @SaLaMonty_: Juro per l'Alcorà que no vaig fer-ho. |
19 | আমি আমার হাত কেটে ফেলব, তবুও এমন গাধাকে ভোট দিব না। | Abans em tallaria les mans i les tiraria a la claveguera que votar per aquest idiota. |
20 | খোদাকে ধন্যবাদ যে, আমি মুবতিলুন (যারা অকার্যকর ব্যালট নিক্ষেপ করে) ছিলাম। | Gràcies a Déu vaig votar en blanc. |