# | ben | cat |
---|
1 | পুসি রায়ট নতুন মিডিয়া পোর্টাল চালু করেছে | Les dues Pussy Riot més mediàtiques obren un nou portal |
2 | ৪ জুলাই ২০১৪-এ পুসি রায়টের দুই অ্যাক্টিভিস্ট রোসকিল্ডি ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন। | Les dues activistes de Pussy Riot al Roskilde Festival, el 4 de juliol de 2014. |
3 | ছবি তুলেছেন জ্যাকব ক্রোফুর্ড। | Jacob Crawfurd. |
4 | স্বত্ত্ব: ডেমোটিক্স। | Demotix. |
5 | রাশিয়ার পুসি রায়ট আন্দোলনের দুই পুরোধা ব্যক্তি হলেন মারিয়া আলিওখিনা এবং নাজেডা তোলোকোনিকোভা। | |
6 | তারা নতুন প্রকল্প নিয়ে আবার ফিরে এসেছেন। গত সপ্তাহে তারা নতুন একটি মিডিয়া পোর্টাল চালু করেছেন। | Les dues estrelles més mediàtiques del grup Pussy Riot, Maria Aliokhina i Nadezhda Tolokonnikova, han tornat amb un nou projecte. |
7 | পোর্টালটির নাম মিডিয়াজোন। সেখানে রাশিয়ার জেল ব্যবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হবে। | La setmana passada van llançar un nou portal de notícies dedicat a informar sobre temes i esdeveniments relacionats amb el sistema penal rus. |
8 | আলিওখিনা এবং তোলোকোনিকোভার দাতব্য সংস্থা জোনা প্রাভা অংশীদার হিসেবে সাহায্য করবে। | MediaZona va associat amb Zona Prava, la fundació d'Aliokhina i Tolokonnikova que promou els drets dels presos. |
9 | রাশিয়ার খ্যাতনামা সাংবাদিক সার্গেই স্মিরনভ এই মিডিয়া প্রকল্পের এডিটর-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করবেন। | |
10 | পোর্টালটি ইতোমধ্যে বিখ্যাত ব্যক্তিদের গ্রেফতার, বিশেষজ্ঞ মতামত, রাশিয়ার জেল ব্যবস্থা নিয়ে প্রতিবদেন প্রকাশ শুরু করেছে। | |
11 | সাইটে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। | El conegut periodista rus Sergei Smirnov fa d'editor en cap del nou portal. |
12 | সেখানে তোলোকোনিকোভা বলেছেন, রাশিয়ার গণমাধ্যমের অভাব পুষিয়ে দিতেই এই নিউজ পোর্টাল চালু করা হয়েছে। | La web ja funciona amb apunts sobre detencions destacades, comentaris d'opinió i articles explicant experiències en presons de Rússia. |
13 | উল্লেখ্য, রাশিয়ার গণমাধ্যমের ওপর ব্যাপক সেন্সরশিপ বহাল রয়েছে। তাছাড়া অনেক গণমাধ্যম পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন করে। | En un comunicat de premsa, Tolokonnikova va dir que el portal informatiu del grup pretenia contrarestar els grans mitjans de comunicació russos, que va qualificar de molt censurats i esbiaixats. |
14 | ছ'মাস আগে আমরা জেল থেকে ছাড়া পেয়েছি। আমরা জানি, জেলের যে অবস্থা, তা নিয়ে রাশিয়ার গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করতে পারবেন না। | Des de la nostra sortida de la presó fa sis mesos hem tingut la sensació que els mitjans russos ja no eren capaços de cobrir què hi passava. |
15 | কারণ তাদের ওপর ব্যাপক সেন্সরশিপ রয়েছে। | |
16 | এমন কোনো মিডিয়া নেই যারা পুতিনের নীতির সমালোচনা করে পার পাবেন। রাশিয়ার আদালত এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করতে পারবেন। | A causa de la gran censura de les autoritats, no hi ha espai als mitjans per criticar la política de Putin i documentar els abusos dels drets humans als tribunals. |
17 | মিডিয়া জোনের সম্পাদকীয় টিম। | L'equip de MediaZona. |
18 | ছবি নেয়া হয়েছে ভয়েসপ্রজেক্টডটঅর্গ থেকে। | Imatge de voiceproject.org. |
19 | পোর্টালটি রাশিয়ার কারাগারে আটকাবস্থা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে। | La web es planteja cobrir amb detall els temes relacionats amb les presons a Rússia. |
20 | আমরা চেষ্টা করবো রাশিয়ার জেল ব্যবস্থার চিত্র সবার সামনে তুলে আনার। | Ens esforcem per fer més visible què passa al sistema penitenciari rus. |
21 | আমরা বিভিন্ন ইস্যু যেমন নাগরিক অধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি রাজনৈতিক হয়রানী, পুলিশি নির্যাতন, কারাগারে দাসপ্রথা, দুর্নীতি, বিচারিক কড়াকড়ি, আইনি অস্পষ্টতা, পুলিশের কুকুর ইত্যাদি বিষয় নিয়ে প্রতিবদেন প্রকাশ করবো। | La persecució d'activistes civils i organitzacions de drets humans, la violència policíaca i la tortura, el sistema d'esclavatge a les presons, la corrupció, la crueltat judicial, l'absurditat legislativa, els coloms que volen per damunt nostre [en referència a una famosa cançó de presó a Rússia], els gossos policia… són alguns dels temes d'interès que cobrirem. |
22 | রুনেটের সবাই নিউজ পোর্টাল চালুর ঘটনাকে ইতিবাচকভাবে নেন। | La reacció inicial de la xarxa russa a l'activació de la nova web ha estat molt positiva. |
23 | অনেকে আশা প্রকাশ করেন, এর মাধ্যমে রাশিয়ার অপরাধ ব্যবস্থার মুখোশ উন্মোচিত হবে। | Molta gent diu que cobreix un forat informatiu important i que pot ésser interessant per mostrar els draps bruts del sistema criminal rus. |
24 | সাংবাদিক কিরিল মারটিনভ টুইট করেছেন: | El periodista Kirill Martynov piulava: |
25 | আমি মনে করি, মিডিয়াজোন প্রকল্প ফলপ্রসু হবে। | Crec que MediaZona és una bona iniciativa. |
26 | রাশিয়ার রাজনীতিতে যে মিথ্যাচারিতা রয়েছে, তা বন্ধ করার এখনই সময়। | És l'hora de parar de pensar que a Rússia la política no té gossos de seguretat ni combois. |
27 | নিউজ পোর্টালটির ওয়েবসাইটে বলা হয়েছে, বারের পিছন দিক দিয়ে দেখলে, সরকার কীভাবে কাজ করে তা সবচে' ভালো দেখতে পাওয়া যায়। | “Una mirada des de darrere els barrots ens dóna la millor perspectiva sobre com treballa el govern,” diu la web. |
28 | গত ডিসেম্বরে জেল থেকে ছাড়া পাওয়ার পরেই আলিওখিনা এবং তোলোকোনিকোভা জোনা প্রাভা গঠন করেন। এর উদ্দেশ্য ছিল রাশিয়ায় বন্দিদের আইনি, মানসিক এবং অনানুষ্ঠানিক সমর্থন দেয়া। | Després d'haver estat alliberades de la presó al desembre, Aliokhina i Tolokonnikova immediatament van crear Zona Prava, que ofereix suport legal, psicològic i informació als presos i acusats a Rússia. |
29 | এবারের গ্রীষ্মে এই দুই নারী রাশিয়ার সরকারের বিরুদ্ধে ইউরোপের মানবাধিকার আদালতে মামলা করেছেন। | Aquest estiu, totes dues van presentar una demanda contra el govern rus al Tribunal de Drets Humans europeu demanant una compensació pel seu arrest, judici i empresonament. |
30 | গ্রেফতার করার জন্য তারা প্রত্যেকে ১৭০,০০০ মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দাবি করেছেন। | Sol·liciten 170.000 dòlars cadascuna. |