# | ben | cat |
---|
1 | মুরসি এবং মুসলিম ব্রাদারহুডের শাসন উৎখাত করল মিশরীয়রা | Egipte celebra i lamenta la caiguda dels Germans Musulmans |
2 | মুসলিম ব্রাদারহুডের সিনিয়র সদস্য,মোহাম্মদ মুরসি এখন আর মিশরের প্রেসিডেন্ট নন। | Aquest post forma part la nostra cobertura especial Els egipcis enderroquen Mursi. Muhàmmad Mursi, líder dels Germans Musulmans, ha deixat de ser el president d'Egipte. |
3 | গত ৩০ জুন থেকে দেশ ব্যাপী তাঁর পদত্যাগের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হলে মুরসির এক বছরের শাসন দ্রুত শেষ হয়। | El regnat d'un any de Mursi va ser interromput després de les massives protestes que van recorrer el país el proppassat 30 de juny exigint la seua dimissió. |
4 | মিশরীয় সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি কয়েক মিনিট আগে সরাসরি সম্প্রচারের ঘোষণায় বলেন, সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি নতুন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হবেন এবং একটি টেকনোক্র্যাট জাতীয় সরকার গঠন করা হবে। | El cap de les Forces Armades egípcies, el general Abdel Fattah Al Sisi va anunciar en directe que el president del Tribunal Constitucional serà el nou president interí alhora que es constituirà un govern nacional de tecnòcrates. |
5 | আল সিসি আরও ঘোষণা করেছেন, মিশরের সংবিধান স্থগিত করা হয়েছে এবং রাষ্ট্রপতি ও সংসদীয় উভয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হবে। | Al Sisi també va declarar que la constitució quedava suspesa i que aviat començarien els preparatius de les eleccions presidencials i parlamentàries. |
6 | মিশরীয় রাজনীতিতে মুসলিম ব্রাদারহুডের দিন শেষ দেখে অনেকেই খুশি। | Molts se n'alegren d'assistir a la fi dels dies dels Germans Musulmans al timó de la política egípcia. |
7 | রাশা আবদুল্লাহ লিখেছেনঃ | Rasha Abdul·là afirmava: |
8 | আল সিসি মুরসির শাসন অবসানের ঘোষণা দিচ্ছেন। | Al Sisi anuncia el final del règim de Morsi. |
9 | সি এন এন থেকে স্ক্রিন গ্রাব | Captura de pantalla de CNN International |
10 | @রাশাআবদুল্লাহঃ মিশর মুসলিম ব্রাদারহুডের পতন ঘটিয়েছে। | @RashaAbdulla: EGIPTE PROVOCA LA CAIGUDA DELS GERMANS MUSULMANS. |
11 | ইতিহাস তৈরি হচ্ছে। | ESCRIVIM LA HISTÒRIA. |
12 | মিশরিয় হোসাম ইদ চিৎকার করে বলেতে চেয়েছেন [আরবি ভাষায়]: | L'egipci Hossam Eid exclamava [ar]: |
13 | @ইদঃ আর কোন [মুসলিম]ব্রাদারহুড থাকবে না। | @EidH: Ja no hi haurà Germans [Musulmans] mai més |
14 | এবং সংবিধান স্থগিতের ব্যাপারে ব্লগার এমান আব্দুলরেহমান ব্যঙ্গ পূর্ণ ভাষায় বলেছেন: | I sobre la suspensió de la constitució, el bloguer Eman AbdElRahman remarcava sarcàsticament: |
15 | @লাস্তোআদ্রিঃ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান এখন ইতিহাসের আস্তাকুড়ে। | @LastoAdri: Al fem de la història, la més grandiosa constitució del món |
16 | মিশরীয় বিপ্লবের উপকেন্দ্র, শহরের কেন্দ্রস্থল কায়রোর তাহারির স্কয়ার থেকে রিপোর্ট: | Informes des de la plaça Tahrir, epicentre de la revolució egípcia al centre històric del Caire: |
17 | @বেলট্রেওঃ এর আগে আমি এরকম কিছু দেখিনি: #মিশরের রাস্তায় ভিড় ও বেলাদি বেলাদি বেলাদি গানের সাথে বাজির বিস্ফোরণের গর্জন #মিশর | @Beltrew: Mai abans havia vist res de semblant: la cançó Beladi beladi beladi es filtra a través del rugit de la multitud i l'explosió dels focs d'artifici #Egypt (Egipte) |
18 | মুদ্রার উল্টো দিকে, এই ঘোষণায় মুরসির সামরথক্রা ক্ষোভ প্রকাশ করেছেনঃ মসা এলশামি রিপোর্ট করেছেনঃ | Hi ha, però, l'altra cara de la moneda: l'anunci va enfurir els partidaris de Mursi. Mosa'ab Elshamy comentava: |
19 | @মসাব্রিযিংঃ এমবি সাইটে খুব বিরক্ত। | @mosaabrizing: Tant d'enuig a la seguda dels GM. |
20 | দূরবর্তী কামানের শব্দ শুনছি। | De lluny s'escolten trets de pistola. |
21 | আরবরাও মিশরের পট পরিবর্তনের এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেঃ | Els àrabs segueixen de prop els esdeveniments d'Egipte. |
22 | ইয়মেনি আব্দুল্কাদের আল্গুনি টুইট করেছেনঃ | El iemenita Abd el-Kader Alguneid piulava: |
23 | @আল্গুইনিঃ #মিশর সেনাবাহিনী এই মাত্র মুরসিকে সরিয়ে দিল। | @alguneid: L'exèrcit d'#Egypt (Egipte) tot just expulsa Mursi |
24 | বাহারাইনি সালমা ব্যাঙ্গ করেছেনঃ | Des de Bahrain, Salma exclamava: |
25 | @সালমাসেসঃ মিশর খুবই সুন্দর। | @salmasays: Egipte és preciós |
26 | বাহারাইন থেকে মন্সুর আল জামরি নোট লিখেছেনঃ | Mansoor Al-Jamri, també des de Bahrain, assenyalava: |
27 | @মন্সুরআল_জামরিঃ মিশরীয়রা পথ সংশোধন ও আরব বসন্তকে ছিনতাই করেছে। | @MANSOOR_ALJAMRi: Els egipcis han rectificat i acaben amb el segrest de la Primavera Àrab. |
28 | মিশর দীর্ঘজীবী হোক। | Llarga vida a Egipte! |
29 | এবং মরক্কোর আহমেদ ভিন্ন মত পোষণ করেনঃ | Mentre el marroquí Ahmed compartia un punt de vista diferent: |
30 | @ব্লাফরাঙ্কিয়াঃ মিশর পাকিস্তান হবার পথে। | @blafrancia: Egipte va en camí de convertir-se en Pakistan. |
31 | নির্বাচন এবং অভ্যুত্থান। | Eleccions i colp d'estat. |
32 | নির্বাচন এবং অভ্যুত্থান। | Eleccions i colp d'estat. |
33 | নির্বাচন এবং অভ্যুত্থান। | Eleccions i colp d'estat. |
34 | ফলে গণতান্ত্রিক ব্যবস্থায় অবিশ্বাস এবং ধর্মীয় ও রাজনৈতিক চরমপন্থার সৃষ্টি হয়। | El resultat és la total desconfiança en la democràcia i l'extremisme religiós i polític. |