# | ben | cat |
---|
1 | ইরানের প্রেসিডেন্ট বললেন, “শাভেজ যিশুখ্রিস্টের সঙ্গে ফেরত আসবেন” | Dol a l'Iran: Ahmadinejad diu que “Chávez tornarà amb Crist” |
2 | ভেনেজুয়েলান নেতা হুগো শাভেজের জন্য সরকারি ওয়েবসাইটে সান্ত্বনার বার্তায়, প্রেসিডেন্ট আহমাদিনেজাদ শাভেজকে “ভেনেজুয়েলার জনগণের সেবায় রত শহীদ বলে উল্লেখ করেন যার রহস্যজনক মৃত্যু হয়েছে।” | En el seu missatge de condol per la mort del líder veneçolà [fa], publicat al seu lloc web oficial, el president iranià Mahmud Ahmadinejad va fer referència [en] a Hugo Chávez dient que era un “màrtir al servei dels veneçolans, que va morir en circumstàncies sospitoses”. |
3 | আহমাদিনেজাদ ইসলামের ভবিষ্যৎ ত্রাতা হিসেবে পরিচিত গুপ্ত ইমামের কথা উল্লেখ করে আরো বলেন, “আমার কোন সন্দেহ নেই শাভেজ যিশু খ্রিস্ট ও অন্যান্য পুণ্যবান ব্যক্তিদের সাথে ফিরে আসবেন।” | Ahmadinejad va afegir: “No tinc cap dubte que Chávez tornarà amb Jesucrist i la resta d'homes honrats”, fent referència a l'Imam Ocult o Mahdi, el futur salvador de la humanitat segons algunes faccions de l'Islam. |
4 | নেট নাগরিকগণ এবং এক রক্ষণশীল নেতা আহমাদ খাতেমি কর্তৃক আহমাদিনেজাদ তার এই বার্তার জন্য সমালোচিত হয়েছেন। | A conseqüència de la publicació d'aquest missatge, Ahmadinejad va rebre crítiques [fa] tant dels usuaris de la xarxa com d'Ahmad Khatami, un dels líders de la secció conservadora del règim. |
5 | দামাভানিদিয়েহ লিখেছেন [fa]: | Damavandieh va escriure [fa]: |
6 | আজারবাইজান প্রদেশে এক ভূমিকম্পে ইরানিয়ান তরুণরা মারা গেল, দেশের সেবকদের মৃত্যু হল অথচ সরকার একটা দিন শোক দিবস ঘোষণা করে নি, এমনকি যেখানে ইরানিয়ানরা শোক পালন করেছিল। | Joves iranians han estat assassinats, un terratrèmol ha sacsejat la província d'Azerbaidjan, gent que estava al servei d'aquest país ha mort, però el govern no ha proclamat el dol nacional, ni tan sols quan els iranians estaven de dol. |
7 | এখন শাভেজ মারা গেলেন…এবং হঠাৎই সরকার একটা দিন শোক দিবস ঘোষণা করল। | Ara que Chávez ha mort… de sobte el govern ha proclamat un dia de dol nacional. |
8 | তার মৃত্যুর পর মুহূর্ত থেকেই ইরানিয়ানরা তাকে নিয়ে কৌতুক করে একে অন্যকে খুদেবার্তা পাঠিয়েছে | Els iranians han estat fent broma sobre ell per SMS des del moment de la seva mort. |
9 | আহমাদিনেজাদ রাষ্ট্রপতি শাভেজকে একজন শিয়া সন্ত হিসেবে উপস্থাপিত করছেন। | Ahmadinejad presenta Chávez com un sant xiita. |
10 | কার্টুন রুজঅনলাইনের মায়া নেসতানির সৌজন্যে (অনুমতিক্রমে ব্যবহৃত)। | De Mana Neyestani a Roozonline (ús autoritzat) |
11 | আজাদি ইরানিয়ান মিডিয়ার কথা উল্লেখ করেছেন যারা প্রচার করেছে যে আহমাদিনেজাদ এক মাস আগে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টকে ফোন করেছিলেন এবং বলেছেন [fa]যে তিনি ঈশ্বরের কাছে শাভেজের সুস্থতা কামনা করেন। | Azadi cita els mitjans de comunicació iranians que afirmen que Ahmadinejad va trucar el vicepresident veneçolà un mes abans de la mort de Chávez i va dir-li [fa] que resava a Déu per la seva salut. |
12 | এই ব্লগার ব্যঙ্গ করে বলেন যে আশা করা যায় আহমাদিনেজাদ আলি খামেনির [ইসলামিক প্রজাতন্ত্রের প্রধান নেতা] জন্য একই প্রার্থনা করবেন। | El bloguer diu irònicament que espera que Ahmadinejad utilitzi la mateixa pregària per a Ali Khamenei [el líder espiritual de la república]. |
13 | আজারমেহের শাভেজের মৃত্যুর পর আহমাদিনেজাদের বার্তার একটি অংশ তুলে ধরেন এবং প্রয়াত ভেনেজুয়েলান প্রেসিডেন্টের সাথে ইরাকের সাবেক একনায়ক ও ইরানের প্রতিপক্ষ সাদ্দাম হোসেন এবং সাবেক সংস্কারক মোহাম্মদ খাতামির কিছু ছবি প্রকাশ করেছেন। | Azarmehr ha citat [en] una part del missatge d'Ahmadinejad sobre la mort de Chávez i ha publicat diverses fotografies del difunt president de Veneçuela amb Saddam Hussein, antic dictador de l'Iraq i gran enemic de l'Iran, i amb Mohammad Khatami, l'anterior president reformista. |
14 | চ্যালেঞ্জার দুজন আবেদনময়ী নর্তকীর সাথে নৃত্যরত অবস্থায় শাভেজের একটি ছবি প্রকাশ [fa] করেন এবং জিজ্ঞাসা করেছেন যে এই দুজনও খ্রিস্ট এবং গুপ্ত ইমামের সাথে ফিরে আসবে কিনা। | Challenger va publicar [fa] fotografies de Chávez acompanyat de dues ballarines molt atractives i es preguntava si elles també tornarien amb Crist i amb l'Imam Ocult. |
15 | টিউয়েটার শাভেজ ফিরে আসতে বেশি সময় নেবেন না। | Tweatter va escriure [fa] que espera que Chávez no trigui gaire a tornar. |
16 | ১৩৭৬ ফাঁসি বলেছে [fa]: | A 1376 executions diuen [fa]: |
17 | যদি কোন দিন ইরান আর ইটালির সুসম্পর্ক থাকত, তাহলে ইরানিয়ান সরকার সাবেক ইটালিয়ান প্রধানমন্ত্রী, সিলভিও বের্লুসকোনি সম্পর্কে একই কথা বলত, যে এই ব্যাভিচারি খ্রিস্টের সঙ্গে ফিরে আসবেন। | Si l'Iran i Itàlia arribessin a establir lligams estrets, el govern iranià diria el mateix sobre l'antic primer ministre italià, Silvio Berlusconi, que aquest faldiller tornarà amb Crist. |