Sentence alignment for gv-ben-20131222-40670.xml (html) - gv-cat-20140212-8050.xml (html)

#bencat
1ইউক্রেনের #ইউরোময়দান প্রতিবাদ কীভাবে ইন্টারনেটের মাধ্যমে ব্যাপক আন্দোলনে রূপ নিলোLes eines d'Internet converteixen les protestes #Euromaidan d'Ucraïna en un moviment organitzat
2ইউক্রেনে ইউরোময়দান আন্দোলন তৃতীয় সপ্তাহে পড়েছে।Aquesta publicació forma part de la nostra cobertura especial de Protestes #Euromaidan a Ucraïna.
3আন্দোলন সংঘটনে সামাজিক মিডিয়া এবং প্রযুক্তি মূল ভূমিকা রেখে চলেছে।Després de tres setmanes de protestes Euromaidan a Ucraïna, les xarxes socials i les tecnologies encara exerceixen un paper fonamental en l'organització.
4গত ৩০ নভেম্বরে আন্দোলনে অষ্টম দিনে সরকার শান্তিপূর্ণ কর্মসূচীকে সহিংস উপায়ে দমনের চেষ্টা করে। আর এতে করে দেশে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়।La brutal repressió sobre manifestants pacífics per part del govern el passat 30 de novembre, vuitè dia de protestes, va convertir la protesta en un moviment massiu contra el govern al país i ha començat a tenir semblances amb la Revolució Taronja de 2004 per molts motius.
5সরকারবিরোধী এই আন্দোলন অনেকটা ২০০৪ সালে কমলা বিপ্লবের মতোই।
6২০০৪ সালের আন্দোলনের সাথে ইউরোময়দান আন্দোলনের একটা বড়ো পার্থক্য হলো, এবারকার আন্দোলন সংগঠিত করতে নতুন ধারার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হচ্ছে।Això no obstant, una de les diferències més importants entre Euromaidan i les protestes de 2004 ha estat l'ús de nous mitjans de comunicació, de xarxes socials i d'altres eines de tecnologies de la informació [en] per organitzar i donar suport les protestes.
7ইউক্রেনের কিয়েভে কাঠের টুকরোর মাঝে বসে ল্যাপটপ খুলে বসেছেন একজন প্রতিবাদকারী।Un home, segut a sobre de la llenya tallada enmig dels manifestants a Kíev, obre el seu ordinador portàtil.
8ডিসেম্বরের ৫ তারিখে ছবিটি তুলেছেন দিমা ক্রারাভচুক।Foto de Dima Kravtxuk, el 5 de desembre de 2013.
9অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Utilitzada amb autorització.
10একদম শুরু থেকেই আন্দোলন গড়ে তুলতে ফেসবুক মূল ভূমিকা পালন করেছে। একই সঙ্গে ফেসবুকের মাধ্যমে আন্দোলনের নানা আপডেট পেয়েছেন।Des que van començar les protestes, Facebook en particular ha estat fonamental a l'hora d'organitzar els manifestants i informar un públic més ampli sobre els darrers esdeveniments.
11নভেম্বরের ২১ তারিখে আন্দোলনকারীরা প্রথম কিয়েভে জড়ো হয়েছিলেন। এবং এটাই অনলাইন সংবাদমাধ্যম ইউক্রেয়ানস্কা প্রাভদার প্রদায়ক মোস্তফা নাঈমের মতো সাংবাদিক ও নাগরিক অধিকার কর্মীদের কাছে ইউরোময়দান হয়ে যায় (ইউরোপিয়ান স্কোয়ার)।La primera reunió de manifestants, organitzada a Kíev la vigília del 21 de novembre i que, immediatament, va ser coneguda com Euromaidan (Plaça Europea), va tenir lloc per les crides d'alguns periodistes i activistes civils, incloent-hi Mustafà Nayem [uk], un col·laborador de la principal cadena de notícies independent en línia Ukrainska Pravda [uk].
12ফেসবুক এবং টুইটারের মাধ্যমে আন্দোলন গড়ে তোলাFacebook i Twitter ajuden amb l'organització dels manifestants
13আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালিত করতে এবং আন্দোলনের খবরাখবর সবার কাছে শেয়ার করতে ফেসবুক এবং টুইটার প্রধান ক্ষেত্র হয়ে দাঁড়ায়।
14ইতোমধ্যে ইউরোময়দানের ফেসবুক অফিসিয়াল পেজ ইউক্রেনে নতুন রেকর্ড গড়েছে।Facebook i Twitter han esdevingut, en poc de temps, les plataformes clau per la coordinació de les activitats de protesta i per difondre la informació.
15পেজটি খোলার মাত্র আটদিনের মধ্যে ৭৬ হাজার ফেসবুক ব্যবহারকারী লাইক দিয়েছেন। এই পেজের মাধ্যমে আন্দোলনকারীদের জরুরি তথ্য এবং দিক নির্দেশনা দেয়া হয়।L'actual pàgina oficial de Facebook d'Euromaidan [uk] ha establert un nou rècord a Ucraïna [uk] en arribar als 76.000 “m'agrada” tan sols en els primers vuit dies d'existència.
16তাছাড়া ভবিষ্যতে কী ধরনের কর্মসূচী নেয়া হবে, সহিংসতার বিরুদ্ধে সতর্ক করা, পুলিশ বাহিনীকে কীভাবে মোকাবেলা করতে হবে তার পরামর্শ ছাড়াও আরো নানা বিষয় নিয়ে এখানে আলোচনা হয়।La pàgina s'utilitza a fi d'informar els manifestants de notícies i temes prioritaris, per conversar sobre els plans d'accions futures, de prevenir contra l'ús de la violència, de compartir consells sobre com actuar davant les autoritats policials, i molts temes més.
17বর্তমানে পেজটি লাইক দিয়েছেন ১৪১, ০০০ ফেসবুক ব্যবহারকারী। এখানে ১৬৭,৭০০টি আলোচনা হয়েছে।Avui dia, la pàgina ha atès més de 141.000 “m'agrada” i al voltant de 167.700 interaccions.
18ইউরোময়দান লভিভ নামের ইউক্রেনিয় ভাষার সাথে ইউরোময়দানের একটি ইংরেজি পেজও খোলা হয়েছে।També s'ha creat una pàgina en anglès d'Euromaidan, juntament amb pàgines regionals com ara Euromaidan Lviv [uk].
19ইউরোময়দান আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজের স্ক্রিনশট।Captura de pantalla de la pàgina oficial de Facebook de protestes Euromaidan.
20কভার পেজে সংবিধানের একটি উক্তি লেখা রয়েছে: “ইউক্রেনের জনগণ দেশটির সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক”।La inscripció a la portada cita la Constitució del país: “El pobre ha de ser el titular de la sobirania i l'única font de poder a Ucraïna” [uk].
21ইউরোময়দানের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট @EuroMaydan [uk] এবং @EuroMaydan_eng [en] ফেসবুক পেজের মতোই ভূমিকা রাখছে। একই সাথে তারা টুইটারের মাধ্যমে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে সারাবিশ্বের মানুষদের কাছে ইউক্রেনের আন্দোলনের খোঁজখবর জানানোর কাজটিও করছে।Els comptes oficials d'Euromaidan a Twitter, @EuroMaydan [uk] i @EuroMaydan_eng [en], tenen un paper similar a aquell de les seves pàgines de Facebook, mentre que també ajuden a informar un públic internacional sobre les protestes a Ucraïna que en els primers moments van estar gairebé inapercebudes als mitjans de comunicació internacionals.
22তবে সোশ্যাল মিডিয়ার এই অ্যাকাউন্ট তৈরি করার আগে তারা তথ্য শেয়ার করতে হ্যাশট্যাগ (ইউক্রেনিয় ভাষায় #Євромайдан এবং রাশিয়ান ভাষায় #Евромайдан) ব্যবহার করতো।Abans de l'aparició d'aquests influents comptes a les xarxes socials i d'acumular tant de públic, els usuaris empraven les etiquetes (#Євромайдан en ucraïnès i #Евромайдан en rus) per compartir-ne informació.
23আন্দোলন সম্পর্কিত সব ধরনের তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো কয়েকটি ওয়েবসাইটের সাথে সোশ্যাল মিডিয়া এগ্রিগেটর এবং দরকারি লিংকের মাধ্যমে একত্রিত করে।Per ajudar a aplegar tota la informació d'importància i les publicacions de les xarxes socials en un únic lloc, els activistes van ajuntar determinades pàgines web amb agregadors de xarxes socials i enllaços útils, com ara Euromaidan.eu [uk], Euromaidan.tk [uk, ru, en], Euromaidan.com [ru] o Maidan.in.ua [en].
24এগুলোর মধ্যে রয়েছে Euromaidan.eu [uk], Euromaidan.tk [uk, ru, en], Euromaidan.com [ru], Maidan.in.ua [en].“Euromaidan - SOS”: El rastreig de la repressió i oferiment d'ajuda adequada
25“ইউরোময়দান - এসওএস”: আন্দোলন দমনের রূপরেখা এবং সময়মতো সাহায্য পৌঁছানো রায়ট পুলিশ কোনো প্রতিবাদকারীকে আঘাত করলে, প্রথমবারের মতো কাউকে গ্রেফতার করলে, তাদের চিকিৎসা সাহায্য এবং আইনি সহায়তা দিতে ফেসবুক পেজে এবং গ্রুপে আলোচনা করা হয়।Arran de les brutals pallisses de la policia antiavalots als manifestants [vídeo] i de les primers detencions, van aparèixer unes pàgines addicionals de Facebook i sorgiren grups amb l'objectiu de satisfer la creixent necessitat d'assistència mèdica i legal, així com per difondre informació bàsica a fi de mantenir fora de perill els manifestants.
26তাছাড়া প্রতিবাদকারীদের নিরাপদ থাকতে নানা ধরনের তথ্য জানানো হয়।Captura de pantalla de la pàgina de Facebook “Euromaidan-SOS”, grup que ofereix assistència legal i gratuïta a les víctimes de violència policial o detencions a #Euromaidan.
27“ইউরোময়দান এসওএস” ফেসবুক পেজের স্ক্রিনশট।La llegenda diu: “Els drets humans per sobre de tot” [uk].
28এই গ্রুপে পুলিশের সহিংসতার শিকার এবং গ্রেফতার হওয়ার প্রতিবাদকারীদের বিনামূল্যে আইনি সহায়তা দেয়া হয়।Євромайдан SOS (Euromaidan SOS) [uk] recull informació sobre les víctimes de les cruels envestides policials, sobre la pressió del govern i els arrests. La descripció de la pàgina diu [uk]:
29একটি ক্যাপশন রয়েছে: “সবার জন্য মানবাধিকার”।Aquesta pàgina ha estat creada per oferir assistència legal a les persones ferides durant l'Euromaidan.
30ইউরোময়দান এসওএস পুলিশ কর্তৃক যারা আহত হয়েছেন, যাদের ওপর সরকারের চাপ দিয়েছে এবং আটক করেছে, তাদের তথ্য সংগ্রহ করে থাকে।Nosaltres (els advocats, els activistes cívics i els periodistes) recopilem informació oportuna sobre els manifestants ferits i actius, de la mateixa manera que sobre els advocats i consellers enllestits per oferir assessorament legal.
31পেজের বর্ণনায় বলা হয়েছে:I fem possible el contacte dels uns amb els altres.
32ইউরোময়দানে যারা আহত হয়েছে, তাদের আইনি সহায়তা দেয়াই এই পেজের উদ্দেশ্য।Si els vostres familiars han desaparegut o heu estat víctima dels atacs policials, NO CONTINUEU EN SILENCI! Lluiteu pels vostres drets al nostre costat!
33আমরা আইনজীবী, নাগরিক অধিকার কর্মী এবং সাংবাদিকদের একটি দল।Poc després, una pàgina web independent, Eurozahyst.org [uk], es fundava amb el mateix propòsit.
34আমরা আক্রান্ত এবং সক্রিয় প্রতিবাদকারীদের যাবতীয় তথ্য সংগ্রহ করে তাদের জন্য আইনি এবং বিশেষজ্ঞ সেবা দেয়ার প্রস্তুতি নিই। তাদের একে অন্যের সংস্পর্শে রাখি।També s'ha obert un grup a Facebook “El Departament legal de la revolta” [uk] amb l'objectiu de discutir la part legal de les novetats referents a Euromaidan al país, compartir-ne idees i, qui ho necessiti, oferir-hi assessorament legal.
35যদি আপনার পরিচিত কেউ নিখোঁজ হন কিংবা আপনি পুলিশ কর্তৃক আক্রান্ত হন- তাহলে নীরব থাকবেন না!Junt amb els advocats, també els metges i estudiants de medicina es van organitzar per prestar assistència mèdica i gratuïta als participants d'Euromaidan.
36আমাদের সাথে আপনার অধিকার আদায়ের সংগ্রামে সামিল হোন।“Організація волонтерів-медиків” (Organització de metges voluntaris) [uk] o Майдан. Медики (Maidan.
37শিগগিরই একই উদ্দেশ্যে Eurozahyst.org [uk] নামে আলাদা ওয়েবসাইট খোলা হয়। ইউরোময়দানের আইনি দিক নিয়ে আলোচনার জন্য ফেসবুকে “দ্য রেভুলিউশন'স লিগ্যাল ডিপার্টমেন্ট” নামে একটি উন্মুক্ত গ্রুপ খোলা হয়।Doctores) [uk] són algunes de les pàgines que han creat a Facebook per tal d'organitzar els metges voluntaris, alhora que establien els seus primers quarters generals sobre el terreny a la Catedral de Sant Miquel i la Plaça de la Independència de Kíev, principals punts de reunió de les protestes.
38যাদের আইনি সহায়তা দরকার তাদের কীভাবে সহায়তা দেয়া যায় তা নিয়ে এখানে নানা ধরনের আইডিয়া শেয়ার করা হয়।Una captura de pantalla de la pàgina de Facebook d'un grup de metges voluntaris que presten la seva ajuda mèdica per a Euromaidan a Kíev.
39আইনজীবীদের পাশাপাশি ডাক্তার এবং মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও ইউরোময়দানে অংশগ্রহণকারীদের চিকিৎসা সাহায্য দিতে এগিয়ে আসেন।
40চিকিৎসা কাজের জন্য স্বেচ্ছাসেবীদের সংগঠিত করতে তারা অর্গানাইজেশন অব ভলেন্টিয়ার ডক্টরস এবং ময়দান ডট ডক্টরস সহ আরো কয়েকটি ফেসবুক পেজ খোলেন।
41তারা আন্দোলনের মূল এলাকা কিয়েভ এর মিখাইলিভস্কি ক্যাথেড্রাল এবং স্বাধীনতা চত্বরের আশেপাশে প্রথম অন-গ্রাউন্ড হেডকোয়ার্টার স্থাপন করেন।
42স্বেচ্ছাসেবী ডাক্তারদের একটি ফেসবুক পেজের স্ক্রিনশট।Col·laboració col·lectiva per idees i recursos creatius
43তারা ক্রিয়েভের আন্দোলনকারীদের বিনামূল্যে চিকিত্সা সহায়তা দিয়ে থাকে।Una altra pàgina de Facebook s'ha establert per aplegar i compartir idees que donen suport i divulguen el moviment Euromaidan.
44ক্রাউডসোর্সিংয়ে সৃজনশীল আইডিয়া এবং উপকরণ ইউরোময়দান আন্দোলনকে টেকসই এবং আরো বিস্তৃত করার জন্য আইডিয়া শেয়ার করতে আরো একটি ফেসবুক পেজ খোলা হয়।El Centre d'Informació “НЕ ЗЛИй МАЙДАН” [uk] (No gireu l'esquena a Maidan) va començar com a idea l'1 de desembre al punt principal de protesta a Kíev i quatre dies després es va obrir la pàgina de Facebook [uk].
45ইনফরমেশন সেন্টার হিসেবে “ময়দান ছেড়ে যাবেন না” পেজটি শুরু হয় ডিসেম্বরের এক তারিখে, ক্রিয়েভে আন্দোলনের মূল সাইটের একটি আইডিয়া থেকে।El 7 de desembre ja eren gairebé 3000 “m'agrada”, se sol·licitaven idees creatives per accions, eslògans i cartells dels usuaris de Facebook i compartir-los amb un públic més vast a Internet.
46এর চারদিন পর এই ফেসবুক পেজ তৈরি করা হয়।També mantenen relació amb més iniciatives en línia referents a Euromaidan.
47ডিসেম্বরের ৭ তারিখের মধ্যে পেজটিতে ৩ হাজার মানুষ লাইক দেন।Imatge creada per Vitali Moroz l'1 de desembre de 2013 que circula àmpliament en línia. La imatge transmet al món un missatge essencial sobre Euromaidan.
48এটি ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে কাজের, স্লোগানের এবং পোস্টারের সৃজনশীল আইডিয়া আহবান করে।Per afegitó, s'ha iniciat una pàgina diferent de Facebook “Страйк плакат” [uk] (Cartell de vaga, en català) específicament amb la finalitat de compartir cartells i dissenys creatius per a la protesta.
49পরে এগুলো ইন্টারনেটের বিপুল সংখ্যক মানুষের সাথে শেয়ার করা হয়। ইউরোময়দানের সাথে সংশ্লিষ্ট অন্যান্য অনলাইন উদ্যোগের সাথেও কাজ করে।L'ONG “Ciutadans de Kíev per les reformes” va llançar una iniciativa de finançament col·lectiu a Biggidea.com, a fi de recaptar 12.000 dòlars per munir els manifestants d'Euromaidan a Kíev de menjar i d'abric [uk].
50ইমেজটি তৈরি করেছেন ভিটালি মরোজ, ২০১৩ সালের ১ ডিসেম্বরে।Es va recaptar el doble de la quantitat al venciment el 8 de desembre de 2013 per al projecte.
51এটা অনলাইনে প্রচার করা হয়।Coordinació de voluntaris per Euromaidan
52বিশ্বের কাছে ইউরোময়দানের মূল বার্তা বহন করছে এটি। এছাড়া স্ট্রাইক প্ল্যাকার্ড নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, যার মাধ্যমে শুধু সৃজনশীল পোস্টার ডিজাইন এবং শেয়ার করা হয়।Molts observadors han assenyalat l'encertada organització que té la seu principal de la protesta, Maidan Nezalezhnosti (Plaça de la Independència) i els nuclis de la protesta, com l'edifici de l'administració de la ciutat de Kíev, sota el domini dels manifestants des de l'1 de desembre.
53একটি এনজিও আন্দোলনের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে Biggggidea.com এ “ক্রিয়েভবাসীর জন্য সংস্কার” নামে একটি উদ্যোগ হাতে নেয়।De fet, la Plaça de la Independència ha estat atapeïda per activistes per protegir-la durant el dia i sotjar-la de nit.
54ডিসেম্বরের ৮ তারিখের মধ্যে এই প্রজেক্টের মাধ্যমে ১২ হাজার মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
55তবে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ পরিমাণ অর্থ এতে জমা পড়ে। ইউরোময়দান স্বেচ্ছাসেবীদের কাজে সমন্বয় সাধনLa gent també porta i serveix menjar, procura resguard i ajuda mèdica als manifestants, els activistes entretant gaudeixen d'un ample ventall d'activitats [fotos], des de partits de futbol a concerts, llibres i lectures publiques i de franc [uk] (vídeo) ofertes per especialistes en diverses àrees.
56আন্দোলনের গতিবিধি লক্ষ্য করছেন এমন অনেক পর্যবেক্ষক আন্দোলনের মূল অবস্থান স্বাধীনতা চত্বর এবং ক্রিয়েভ শহরের প্রশাসনিক ভবন, যেটা আন্দোলনকারীরা দখল করে নিয়েছেন, সেখানকার প্রতিবাদ কর্মসূচী সুচারুভাবে সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করেছেন।
57এমনকি দিনে প্রতিবাদকারীদের রক্ষা করতে স্বাধীনতা চত্বরটি ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছেন তারা।El crèdit es dirigia primerament als manifestants al carrer, i els activistes també n'han pogut fer ús per emprar les eines disponibles d'Internet i ajudar el procés.
58আর রাতে টহলের ব্যবস্থা করেছেন। জনতা সেখানে খাবার-দাবার নিয়ে আসছেন এবং প্রতিবাদকারীদের মাঝে সেটা বিলিয়ে দিচ্ছেন।La pàgina web Galas.org.ua[uk] utilitza mapes amb la col·laboració col·lectiva per coordinar les necessitats dels manifestants d'Euromaidan amb voluntaris que volen d'ajudar.
59এছাড়া আন্দোলনকারীদের আশ্রয় এবং চিকিত্সা সামগ্রী দিয়েও সহায়তা করছেন।
60এদিকে আন্দোলনকারীরা পরস্পরকে মাতিয়ে রাখতে প্রতিবাদস্থানেই ফুটবল খেলা থেকে কনসার্ট, বই পড়া, উন্মুক্ত আলোচনাসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করছেন।
61আর এসব আয়োজনের জন্য বাহবা পাবেন সেখানকার আন্দোলনকারীরা।També s'ha publicat una pàgina de Facebook relacionada [uk].
62ইন্টারনেটের নানা ধরনের টুলস-এর সহায়তা নিয়ে এই ধরনের আয়োজনগুলো সফল করা হয়েছে।Una captura de pantalla d'un mapa amb la col·laboració col·lectiva que els activistes empren per coordinar els voluntaris d'Euromaidan a Kíev.
63ইউরোময়দানের অংশগ্রহণকারীদের কী দরকার আর স্বেচ্ছাসেবীরা কী ধরনের সাহায্য দিতে পারবেন, তার মধ্যে সমন্বয় সাধনের জন্য Galas.org.ua[uk] ওয়েবসাইট একটি ক্রাউডম্যাপিং টুলস ব্যবহার করেছে।
64এ বিষয়ে একটি ফেসবুক পেজও চালু করা হয়েছে। ক্রাউডম্যাপিং টুলসের স্ক্রিনশট।Maidanhelp.org [uk] té una finalitat similar, aplegar informació quant a les actuals necessitats dels participants d'Euromaidan.
65ক্রিয়েভের ইউরোময়দানের স্বেচ্ছাসেবীরা নানা কাজের মধ্যে সমন্বয়ের জন্য এটি ব্যবহার করছেন।
66Maidanhelp.org ওয়েবসাইটিও একই উদ্দেশ্যে চালূ করা হয়েছে।Solidaritat mitjançant l'accés a Internet
67এর মাধ্যমে ইউরোময়দানের অংশগ্রহণকারীদের কী কী দরকার তার তথ্য টুকে রাখছে। ইন্টারনেটের মাধ্যমে সংহতিAmb aquestes i altres iniciatives que sorgeixen tots els dies, és clar que la tecnologia ha esdevingut una de les claus per coordinar i, més important, donar suport a les protestes Euromaidan a Ucraïna.
68এই উদ্যোগগুলোর পাশে প্রতিদিনই নানা ধরনের উদ্যোগ যুক্ত হচ্ছে। তবে এ থেকে একটি বিষয় পরিষ্কার, তা হলো, এসব কর্মকাণ্ডের মধ্যে সমন্বয়ের জন্য প্রযুক্তি সবচে' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।Durant el cap de setmana abans de protestes, un dels principals proveïdors ucraïnès d'Internet, Volya-Cable, va anunciar [uk] que augmentaria la velocitat de la connexió a Internet per als seus clients que viuen al centre de Kíev i els va demanar que obrissin el seu accés a la xarxa per l'ús dels manifestants.
69যা ইউরোময়দানকে ইউক্রেনে টিকে থাকতে সাহায্য করছে।
70গত সপ্তাহে আন্দোলনের মধ্যেই ইউক্রেনের অন্যতম ইন্টারনেট প্রোভাইডার প্রতিষ্ঠান ভলয়া-ক্যাবল ঘোষণা দিয়েছে, তারা ক্রিয়েভের মূল কেন্দ্রের গ্রাহকদের জন্য ইন্টারনেট স্পিড বাড়িয়ে দিয়েছে।
71এমনকি আন্দোলনকারীদের জন্য ইন্টারনেট সেবাও তারা উন্মুক্ত করে দেয়।
72তাদের ঘোষণার প্রেক্ষিতে অনেকেই তাদের ওয়াইফাই কানেকশন চালু করে।
73আবার অনেকেই তাদের ওয়াইফাই পাসওয়ার্ডও আন্দোলনকারীদের কাছে প্রকাশ করে দেয়।Moltes persones van seguir aquest consell i van obrir les connexions Wi-Fi, i altres usuaris van fer públiques les contrasenyes de les seves Wi-Fi [uk].