# | ben | cat |
---|
1 | ইরান: বিদায় আহমাদিনেজাদ | Iran: Adéu, president Ahmadinejad |
2 | আহমাদিনেজাদের প্রস্থান। | La partença d'Ahmadinejad. |
3 | সূত্র: টুইটার ব্যবহারকারী @আতেহরানি | Font: usuari de Twitter @Aatehranii |
4 | ১৯৭৯ সালে অনুষ্ঠিত ইরান বিপ্লবের পর থেকে ইরানের সবচেয়ে বিভেদ সৃষ্টিকারী রাষ্ট্রপতি গত শনিবার, ৩ আগস্ট, ২০১৩ তারিখে রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় গ্রহণ করে। | El President que més divisió ha generat a l'Iran [en] des de la revolució de 1979 va deixar el càrrec dissabte 3 d'agost de 2013. |
5 | তার উত্তরসূরি, হাসান রোহানির উপর দায়িত্ব বর্তেছে, দেশে বিদেশে আহমাদিনেজাদ যে ক্ষতি সাধন করেছে তা ঠিকঠাক করা। | El seu successor, en Hassan Rouhani, ara té la tasca de desfer el dany que Ahmadinejad va causar al país i l'estranger. |
6 | আহমাদিনেজাদের বিদায় উদযাপনে নেট নাগরিকরা ছবি, বার্তা, এবং টুইট প্রকাশ করেছে। | Els cibernautes van publicar fotos, posts, missatges i tuits per celebrar la seva marxa. |
7 | কেউ কেউ ২০০৯ সালে সেই বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচন পরবর্তী বিক্ষোভের ঘটনা স্মরণ করেছে, যে নির্বাচনের মাধ্যমে আহমাদিনেজাদ দ্বিতীয় বারের মত রাষ্ট্রপতি নির্বাচিত হন। | Alguns van recordar el moviment de protesta de 2009 després d'unes controvertides eleccions presidencials que es van resoldre amb la reelecció d'Ahmadinejad per a un segon mandat. |
8 | #আহমাদিবাইবাই ছিল এর স্লোগান এবং হ্যাশট্যাগ। | #AhmadiByeBye és el lema i l'etiqueta. |
9 | প্রাক্তন এই রাষ্ট্রপতির বেশ কিছু ছবি এবং কার্টুন টুইটারে প্রদর্শিত হয়। | Diverses fotos i caricatures de l'expresident es van compartir a Twitter. |
10 | ইরানি এবং ইরানি-নন এমন অনেকে বলছেন যে মাহমুদ আহমাদিনেজাদ বিগত আট বছরে বিভিন্ন বিষয়ে মিথ্যা বলেছেন। | Molts iranians, i no iranians també, diuen que Mahmud Ahmadinejad va mentir [en] sobre diferents assumptes durant vuit anys. |
11 | হাদি নীলি, ইরানের এক সাংবাদিক এবং গ্লোবাল ভয়েসেস-এর প্রাক্তন লেখক, তিনিও একই চিন্তা প্রদর্শন করেছেন: | En Hadi Nili, periodista iranià i antic col·laborador de Global Voices, compartia la mateixa opinió: |
12 | @হাদিনীলি: আজ রাতে #ইরান তার অন্যতম সেরা একজনকে হারালা, যে কিনা মিথ্যা বলায় সেরা। | “Aquesta nit #Iran perd a un dels millors; dels millors a mentir. #AhmadiByeBye“, escriu @rezayekhali |
13 | #আহমাদিবাইবাই, লিখেছেন@রেজাইখালিলি | - Hadi Nili (@HadiNili) August 2, 2013 |
14 | সালার টুইট করেছেন [ফার্সি ভাষায়]: | En Sallar va tuitejar [fa]: |
15 | @সালার:এই আট বছরে সে প্রায় কোন প্রশ্নের উত্তর দেয়নি, সবসময় ছদ্ম উপহাসের মাধ্যমে সে প্রশ্ন এড়িয়ে গেছে | “En vuit anys no va respondre una sola pregunta, sempre fent burla, eludia les preguntes.” |
16 | বিগত নির্বাচনের ইতিহাস এবং গ্রীন আন্দোলনও আজকের বার্তায় উপস্থিত ছিল | Els fantasmes de les anteriors eleccions i el Moviment Verd segueixen presents en els missatges. |
17 | মেহেদি শাহারখিজ টুইট করেছেন: | En Mehdi Saharkhiz va tuitejar [en]: |
18 | @অনলিমেহেদি: আজ, ঠিক এই মূর্হুতে তার অবস্থান ঠিক সেখানে যেখানে তার চার বছর আগে যাওয়ার কথা ছিল। | Avui just ara s'està mudant d'on s'hauria d'haver mudat fa quatre anys. |
19 | কিন্তু এখন আর তাতে কি আসে যায়। সে তো চলে যাচ্ছে। | Però el que importa és que ha marxat #AhmadiByeBye #iranbrief .” |
20 | #আহমাদিবাইবাই, #ইরানব্রিফ | - Mehdi Saharkhiz (@onlymehdi) 2 d'agost de 2013 |
21 | মেহেদি শাহারখিজ আমাদের বির্তকিত সেই রাষ্ট্রপতি নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, অনেকের বাদী উক্ত নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে: | En Mehdi Saharkhiz recordava [en] les controvertides eleccions presidencials de les quals molts afirmen que els resultats van ser fraudulents: |
22 | @অনলিমেহেদি: তিনি এখন এক প্রাক্তন ব্যক্তি, শুধু এক প্রাক্তন ব্যক্তি। | És un ex. Només un ex. No puc dir president. |
23 | আমি তাকে রাষ্ট্রপতি বলতে পারি না। | El veritable president segueix encara sota arrest domiciliari. |
24 | সত্যিকারের রাষ্ট্রপতি এখনো গৃহবন্দী। | #AhmadiByeBye és el que és #iranbrief .” |
25 | আহমাদিনেজাদবাইবাই আহমাদিনেজাদের প্রস্থান হচ্ছে তাই যা হওয়া উচিত ইরানব্রিফ | - Mehdi Saharkhiz (@onlymehdi) 2 d'agost de 2013 |
26 | আহমাদিনেজাদের প্রস্থানে বেশ কয়েকজন ইরানি নাগরিক তাদের আনন্দ প্রকাশ করেছে। | Diversos iranians van compartir la seva felicitat sobre la marxa d'Ahmadinejad. |
27 | তারা আঘাদাশলো টুইট করেছে: | La Tara Aghdashloo va tuitejar [en]: |
28 | তারাআঘাদাশোল আমার ছেলেবন্ধু বাসার চারপাশে পায়চারী করছে এবং গাইছে আহমাদিবাইবাই। | El meu xicot va per casa cantant #AhmadiByeBye - i ell ni tan sols és iranià.” |
29 | এমন কি সে ইরানি নয়। | - Tara Aghdashloo (@taraaghdashloo) 18 de juny de 2013 |
30 | যশ শাহরেয়ার একই উল্লাস প্রদর্শন করেছে এবং বলছে | En Josh Sharyar mostrava idèntica alegria i deia [en]: |
31 | জেশাহরেয়ার:আহমাদিনেজাদের প্রস্থানে খুব একটা আনন্দিত হতে পারছি না। | No puc estar del tot content amb la marxa d'Ahmadinejad. |
32 | এখনো অনেক সাংবাদিক, একটিভিস্ট, আইনজীবী, নাগরিক তার কারণে কারাগারে বন্দী। | Massa periodistes, activistes, advocats i ciutadans segueixen presos a causa d'ell. |
33 | আহমাদিবাইবাই | #AhmadiByeBye .” |
34 | | - Josh Shahryar شهريار (@JShahryar) 3 d'agost de 2013 |