# | ben | cat |
---|
1 | স্লোভেনিয়া: ভলকানের নতুন পুরাতন অপরূপ সৌন্দর্যের পর্যটন ক্ষেত্র | FOTOS: Redescobrim Eslovènia, el tresor d'estiu dels Balcans |
2 | অনেক আকর্ষণীয় অবকাশ বৈশিষ্ট্যের কারণে সাম্প্রতিক বছরগুলোতে স্লোভেনিয়া আরও জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে, বিশেষ করে ইউরোপের নাগরিকদের জন্য। | Eslovènia darrerament s'està convertint en un destí encara més popular per la seva nombrosa i atractiva oferta d'estiu, en particular per als ciutadans europeus. |
3 | স্বাস্থ্য পর্যটন বিকাশে স্লোভেনিয়ার ধারণা উদীয়মান সাফল্য পেয়েছে। এই ছোট দেশটিতে এখন বেশ কিছু প্রাকৃতিক খনিজ জলের উৎস এবং স্বাস্থ্য রিসোর্ট রয়েছে। | La intenció d'Eslovènia de centrar-se en el turisme de salut i de desenvolupar-lo ha estat un gran èxit, i aquest petit país compta ara amb una dotzena de balnearis i centres de salut. |
4 | অবস্থান ও জলবায়ুগত ভৌগলিক সুবিধা ব্যবহার করে স্লোভেনিয়া এর উন্নয়ন পরিকল্পনায় “স্বাস্থ্য প্রকৃতির মাধ্যমে” ট্যাগলাইনের অধীনে ১৫ টি আধুনিক স্বাস্থ্য রিসোর্ট তৈরী করেছে। | Gràcies als avantatges geogràfics pel que fa a la ubicació i al clima, el pla de desenvolupament eslovè ha creat 15 dels centres de salut més moderns amb l'eslògan “La salut a través de la natura”. |
5 | এই স্পা পর্যটন প্রচারাভিযান স্লোভেনিয়ায় ক্রমবর্ধমান পর্যটক এনে দিয়েছে, যারা সবুজ ভূমধ্য উপকূল পছন্দ করে। | Aquesta campanya de turisme de balnearis ha fet que un nombre creixent de turistes, amants de la costa verda mediterrània, visiti Eslovènia [en]. |
6 | স্লোভানিয়ার একটি মানুশ্য-প্রাকৃতিক বিস্ময়- স্কসজান গুহা; ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহৃত। | Una de les principals meravelles naturals d'Eslovènia, les Coves Skocjan; amb llicència Creative Commons. |
7 | স্লোভেনিয়ান তটরেখা মাত্র ৪৬. ৬ কিলোমিটার দীর্ঘ, যেখানে পিরান, ইজিলা এবং কোপার উপকূলীয় শহরগুলি তাদের আসল মধ্যযুগীয় কাঠামো এবং অনুভব দ্বারা পর্যটকদের আকর্ষণ করে। | Eslovènia només compta amb 46,6 quilòmetres de costa, però els municipis costaners de Piran, Izola i Koper, amb el seu ambient i les seves estructures medievals, són una atracció pels turistes. |
8 | এই গ্রীষ্মে সামাজিক মিডিয়া সাইটগুলো ইউরোপ এবং বাকী বিশ্ব থেকে আসা ব্যবহারকারীদের স্লোভেনিয়ায় তাদের অবকাশের সময় উষ্ণ সম্ভাষণের সাথে লোড হয়, যাদের অধিকাংশ দেশটির প্রাকৃতিক বিস্ময়ের দ্বারা প্রভাবিত বলে মনে হয়। | Aquest estiu, els mitjans de comunicació socials són plens de càlides salutacions d'usuaris de molts punts d'Europa i del món durant les seves vacances a Eslovènia, i semblen especialment impressionats per les meravelles naturals del país. |
9 | গুহা অনুসন্ধানে উত্সাহীদের জন্য একটি ফেসবুক পাতা এক পর্যটকের তোলা আশ্চর্যজনক স্কসজান গুহার ছবি শেয়ার করেছে। | Una pàgina de Facebook per a entusiastes de l'espeleologia comparteix fotografies de turistes de les increïbles coves Skocjan. |
10 | স্লোভেনিয়ায় গ্রীষ্ম নিবেদিত আরেকটি ফেসবুক পাতা, ব্যবহারকারীদের রাফটিং এর মতো গ্রীষ্মকালীন ক্রিয়াকলাপের ছবি শেয়ার করেছে। | Una altra pàgina de Facebook, dedicada a l'estiu a Eslovènia, comparteix fotografies d'activitats d'estiu dels usuaris, com ara el ràfting. |
11 | সোঁকা ভ্যালিতে কায়াকিং পাঠ; ছবিঃ সোঁকা রাফটিং, অনুমতিক্রমে ব্যবহৃত | Classes de caiac a la Vall de Soča; fotografia cortesia de Soča Rafting (utilitzada amb permís). |
12 | সোঁকা ভ্যালি অনেক কার্যক্রম এবং দুঃসাহসিক অভিযান আহবান করে; ছবিঃ সোঁকা রাফতিং, অনুমতি নিয়ে ব্যবহৃত | La Vall de Soča ofereix moltes activitats i aventures; fotografia cortesia de Soča Rafting (utilitzada amb permís). |
13 | সবচেয়ে জনপ্রিয় গন্তব্য তবে, রক্ত পাতের শহর বলে মনে করা হয়: | Tanmateix, el destí més popular sembla que és la ciutat de Bled: |
14 | লন্ডনের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র আলাস্টেইর মাভোর রক্তপাতের এই বিষয়ে বলেছেন: | Alastair Mavor, un estudiant londinenc d'Història de la Universitat de Nottingham, diu això sobre Bled: |
15 | ব্লেড হ্রদ - প্রশংসনীয় অপরাজেয়! | Llac de Bled: realment insuperable! |
16 | #স্লোভেনিয়া #ইন্টারেইল আরেকজন টুইটার ব্যবহারকারী, মিডিয়া পেশাদারী এবং স্লোভেনিয়ার স্থানীয় বক্তা, @লেঞ্জাএফপাপ বলেছেন: | Un altre usuari de Twitter, una professional dels mitjans de comunicació i nadiua d'Eslovènia, @LenjaFPapp, diu: |
17 | আপনার রবিবারের শেষ ঐন্দ্রজালিক উপায়! | La manera màgica d'acabar el diumenge! |
18 | অস্ট্রিয়ার পরিদর্শক @স্টেফদো_ ব্লেড হ্রদের এই চিত্রানুগ ছবি পোস্ট করেছেন: | Un turista austríac, @StephDo_ ha penjat una pintoresca fotografia del llac Bled: |
19 | #ব্লেডে একটি সুন্দর দিন #গ্রীষ্ম২০১৩ #স্লোভেনিয়া #নীল #হ্রদ #বিস্ময়কর | Un gran dia a Bled! |
20 | স্লোভেনিয়ান হ্রদগুলো এখনও দর্শকদের সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করে, কিন্তু সম্ভবত স্লোভেনিয়া অন্যান্য ক্ষেত্রগুলোতে পর্যটকদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে তাঁদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। | Els llacs eslovens encara criden gran part de l'atenció dels visitants, però sembla que Eslovènia té l'objectiu de dirigir-la cap a altres llocs i activitats que ofereix: és el que ABC News anomena vacances al cor d'Europa [en]. |
21 | এবিসি নিউজ দেশটিকে অবকাশ যাপনের ক্ষেত্রে ইউরোপের প্রাণকেন্দ্র বলে অভিহিত করেছে। | |