Sentence alignment for gv-ben-20130113-34829.xml (html) - gv-cat-20130121-3906.xml (html)

#bencat
1সরকারি আইনজীবীরা বিক্ষোভে অংশগ্রহণকারী সৌদি নারীদের চাবকানোর উপায় খুঁজছেEl fiscal demana que flagel·lin les manifestants saudites
2শনিবার, ৫ জানুয়ারি, ২০১৩-এ, অভিযোগ গঠন করা হয়নি কিন্তু কারাগারে আটক এমন বন্দীদের আত্মীয়রা সৌদি শহর বুরাইদাতে ছোট্ট আকারের এক বিক্ষোভের আয়োজন করতে সক্ষম হয়।El 5 de gener, familiars de presoners sense càrrecs van aconseguir organitzar una petita manifestació a la ciutat de Buraida, a l'Aràbia Saudita, per reclamar l'alliberament dels presos.
3এই বিক্ষোভে অংশগ্রহণকারী সকলে ছিল নারী এবং শিশু, দ্রুত পুলিশ তাদের ঘিরে ফেলে এবং গ্রেফতার করে, কারণ সৌদি আরবে জনসম্মুখে সকল প্রকার বিক্ষোভ কঠোর ভাবে নিষিদ্ধ এবং নিরঙ্কুশ ক্ষমতাধারী রাজতন্ত্রে তা নির্মমভাবে দমন করা হয়।Ràpidament, les forces policials van envoltar i arrestar els manifestants, tots ells dones i fills menuts, ja que la monarquia absoluta prohibeix estrictament i reprimeix amb duresa qualsevol mostra pública de disconformitat.
4তবে এই নিষেধাজ্ঞা বিগত দুই বছর রাষ্ট্রের বিভিন্ন প্রান্তে বন্দীদের পরিবারের সদস্যদের এই ধরনের কয়েকটি বিক্ষোভ এবং অবস্থান ধর্মঘট আয়োজন করা থেকে বিরত রাখতে পারেনি, স্বাধীন এক মানবাধিকার সংস্থার সূত্রমতে দেশটিতে বিনা অভিযোগে ৩০,০০০ নাগরিক বন্দী, যাদের অনেকে ৯/১১-এর পর “সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের” প্রেক্ষাপটে যাদের গ্রেফতার করা হয়েছে।Aquesta prohibició, però, no ha privat les famílies d'organitzar desenes de manifestacions i segudes al llarg dels darrers dos anys per tots els indrets del país, on fonts independents vinculades als drets humans diuen que hi ha més de 30.000 presoners sense càrrecs, molts dels quals van ser detinguts durant la massiva “guerra contra el terrorisme” posterior a l'11-S.
5ছদ্মনামের একটি একটিভিস্ট গ্রুপ @ই৩টেকাল (যার অর্থ “আটক”) সংবাদ প্রদান করে যে যখন নারী ও শিশুদের গ্রেফতার করা হয়, তখন তাদের উপর শক্তি প্রয়োগ করা হয় [আরবী ভাষায়]:El grup activista anònim @e3teqal (que significa “detenció”) va informar que es va fer ús de la força durant l'arrest de les dones i els nens [ar]:
6@ই৩টেকাল: জরুরী: নারী ও শিশুদের জোর করে সেখান থেকে সরানোর সময় তাদের উপর হামলা চালানো হয় ।@e3teqal: Urgent: L'assalt a les dones i els nens quan van ser traslladats a la força va quedar documentada gràcies a un vianant.
7শনিবারে পুলিশ বাহিনী পরিবেষ্টিত নারীরা, @ইমাকিউএইচ এর মাধ্যমে পাওয়াLes dones envoltades per les forces policials el 5 de gener de 2013, via @ImaQh
8যখন নারী এবং শিশুদের গ্রেফতার করা হয়, তাদের আত্মীয়রা বুরাইদার কাছে আল সাফরা কারাগারের দিকে এগিয়ে যায়, বলা হচ্ছে যেখানে তাদের আটকে ফেলা হয়, দাঙ্গা পুলিশ তাদের ঘিরে রাখে, কিন্তু সারারাত ধরে তারা সেখান অবস্থান করে।Un cop les dones i els nens van ser detinguts, els seus familiars es van dirigir cap a la presó d'al-Safra, prop de Buraida, on es deia que els tenien retinguts. La policia antiavalots va rodejar la zona, però la seguda va continuar tota la nit.
9বুরাইদা শহর যেখানে অবস্থিত সেই কাসিম প্রদেশের যুবরাজ সকালবেলা কয়েকজন বিক্ষোভকারীকে ছেড়ে দেবার আদেশ জারি করে [আরবী ভাষায়], এদের মধ্যে কয়েকজনকে রিয়াদে স্থানান্তর করতে বলে (যাদের মধ্যে অন্তত একজন শিশুও ছিল ) আর অবশিষ্টদের ক্রমাগত বুরাইদায় আটকে রাখা হয়।Al matí, el príncep de la província de Qassim, on es troba Buraida, va dictar l'ordre [ar] d'alliberar alguns dels manifestants, traslladar-ne uns altres a Riyadh (incloent-hi almenys un nen) i continuar retenint la resta a Buraida.
10ঠিক দুপুর ২. ০৬ মিনিটে উক্ত প্রতিবাদে অবস্থান গ্রহণ করা একজন টুইট করেন:A les 14:06 hores, un dels que participaven en la seguda va tuitejar:
11@মা৪৪আউ: আমাদেরকে ঘিরে রাখা রাখা হয়েছে।@m44au: Estem rodejats.
12পুরুষের সবাই পঞ্চাশ উর্ধ্ব এবং নারীদের সবার বয়স প্রায় দশ বছর, আমাদের জন্য প্রার্থনা করুন এবং আমাদের সাহায্যে এগিয়ে আসুন।Hi ha cinquanta homes i deu dones. Pregueu per nosaltres, i veniu a ajudar.
13একটি ভিডিও আপলোড করা হয়েছে যা কিনা বয়স্ক এক নারীর কান্নার, যে “গ্রেফতার হবার আগে পাঁচ মিনিট কেঁদেছিল“।Es va penjar un video d'una dona gran plorant “cinc minuts abans de la detenció“.
14ওই দিনই, পরে, আর বিক্ষোভ করব না এই মুচেলেকা প্রদান করার পর বিক্ষোভকারীদের মুক্তি প্রদান করা হয়, যাদের মধ্যে একজন টুইট করেছে:Més tard, aquell mateix dia, alguns dels manifestants van ser alliberats després de prometre que mai més es tornarien a manifestar.
15@মাজেদ০৬: অত্যন্ত বৃদ্ধ এক ব্যক্তি প্রচুর কেঁদেছেন।Una d'elles va tuitejar:
16যখন জিজ্ঞাসাবাদের সময় তাকে প্রশ্ন করা হয়, “তুমি কি চাও”?@majeed06: Un senyor molt vell estava plorant molt.
17তিনি উত্তর প্রদান করে, “আমি আমার ছেলেদের ফেরত পেতে চাই না, আমি কেবল আমার মেয়েদের ফেরত চাই”।Quan l'interrogador li va preguntar: “Què vol?”, ell va respondre: “No demano els meus fills, només vull les meves filles”.
18গতকাল ৯ জানুয়ারিতে সকালে বুরাইদার মূল বিক্ষোভ স্থল থেকে গ্রেফতারকৃত তিনজন নারীকে আদালতে হাজির করা হয়, অভূতপূর্বভাবে সঠিক সময়ে।El matí del 9 de gener, amb una puntualitat sense precedents, van portar als tribunals de Buraida tres de les dones detingudes a la primera manifestació.
19বিচার গোপনে পরিচালনা করা হয়, এবং বিচারক উৎসাহ দিচ্ছিলেন যে প্রতিটি নারীকে একজন পুরুষ সঙ্গ প্রদান করবে। আদালতের নিরাপত্তা বাহিনী।El judici va ser secret, i el jutge va insistir que només un home podia acompanyar cada dona.
20একটিভিস্ট এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের আত্মীয়দের আদালতে প্রবেশ করতে দেয়নি [আরবী ভাষায়]।Les forces de seguretat del tribunal mantenien a fora [ar] els activistes i familiars.
21সরকারি আইনজীবী বলেন, বিক্ষোভে অংশ নেওয়া নারীদের চাবকানো উচিত:El fiscal va dir que les dones haurien de ser flagel·lades per haver-se manifestat:
22@আবদুল্লাহ ১৪০৬: সরকারি কৌসুলি ইব্রাহিম আল-দিহিশি, বিচারকের কাছে আটককৃতদের কারাদণ্ড প্রদানের দাবী করেন এবং তাদের চাবকানোর বিষয়ে তিনি উৎসাহ প্রদান করেন।@abdulllah1406: El fiscal Ibrahim al-Dihish va demanar al jutge que fés empresonar i flagel·lar les detingudes i va insistir-hi.
23@আবদুল্লাহ ১৪০৬: বিচারক বেশ কয়েকবার নারীদেরকে বিক্ষোভ প্রদর্শনের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলেন, কিন্তু তারা তা করতে অস্বীকার করে।@abdulllah1406: El jutge va demanar a les dones en diverses ocasions que es disculpessin per haver-se manifestat, però s'hi van negar.
24@আবদুল্লাহ ১৪০৬ : আটককৃত একজন বলেন: আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি যদি আপনি আমাদের ১৫ বছরের কারাদণ্ড প্রদান করেন, তারপরেও আমরা ক্ষমা প্রার্থনা করব না।@abdulllah1406: Una de les detingudes va dir: Juro davant Déu que encara que ens condemni a quinze anys de presó, no demanarem perdó.
25আমরা আমাদের বৈধ অধিকার দাবী করছি।Estem demanant el nostre dret legítim.
26বিচারক নারীদের দোষী সাব্যস্ত করেন, কিন্তু তাদের পাঁচদিন আটকে রাখাকে তিনি যথেষ্ট মনে করেছেন।El jutge va dictaminar que les dones eren culpables, però que els cinc dies que havien passat detingudes eren suficients.
27রিয়াদের স্থানান্তর করা বিক্ষোভকারীসহ বাকীরা বিচার ছাড়াই কারাগারে আটক রয়েছে।La resta de les manifestants, incloent les que es van traslladar a Riyadh, segueixen detingudes sense judici.