Sentence alignment for gv-ben-20150206-47108.xml (html) - gv-cat-20150210-9296.xml (html)

#bencat
1আফগানিস্তানে ভাষা রাজনীতির প্রত্যাবর্তনLa política lingüística torna al primer pla a l'Afganistan
2Afghanistan's provinces written in Pashto.Les províncies de l'Afganistan escrites en paixtu.
3Tajiks and other Dari-speaking ethnic minorities fear that the language will dominate theirs as a result of Pashtun political power.Els tadjiks i altres minories ètniques de parla dari temen que la seva llengua es vegi dominada com a resultat del poder polític paixtu.
4Wikipedia image.Imatge de Wikipedia.
5আফগানিস্তানের প্রাক্তন নিহত রাষ্ট্রপতি বুরহানুদ্দিন রাব্বানীর ছেলে এবং বর্তমানে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন রাব্বানী আফগানিস্তানের সংসদে পশতু ভাষায় পূর্বানুমোদিত ভাষন দেওয়ায় ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন।
6তিনি সবচাইতে বেশি সমালোচনার সম্মুখীন হয়েছেন তার নিজ গোত্র দারি ভাষার লোকজনের নিকট থেকে।Salahuddin Rabbani, el nou ministre d'Afers Exteriors de l'Afganistan, fill de l'expresident assassinat Burhanuddin Rabbani, ha rebut un allau de crítiques per haver començat el seu discurs de preinvestidura al parlament afganès en paixtu.
7মাতৃভাষার পরিবর্তে পশতু ভাষায় ভাষন দেওয়ায় তাঁরা মনে করেন সালাউদ্দিন রাব্বানী তাঁদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।Les crítiques més airades li arriben des dels membres de la seva pròpia ètnia, de parla dari, que se senten traïts pel fet que parlés en una llengua que no és la seva.
8সংবিধান অনুযায়ী পশতু ও দারি হল আফগানিস্তানের দুটি সরকারি ভাষা।Segons la constitució d'aquest país, el paixtu i el dari són les dues llengües oficials de l'Afganistan.
9আফগান শাসকদের মধ্যে বিগত দুই শতকে - হাবিবুল্লাহ কালকানি এবং বুরহানুদ্দিন রাব্বানী ছিলেন জাতিগতভাবে পশতুন। পশতু অপেক্ষা দারি ভাষা অর্থাৎ স্থানীয় ফার্সীভাষার ব্যবহার লিখিতরূপেই বেশি ব্যবহৃত হয়।Si bé en els darrers dos segles tots els governants que ha tingut el país tret de dos -Habibullah Kalakani i Burhanuddin Rabbani- han estat d'ètnia paixtu, el dari, el nom amb què es coneix el persa a l'Afganistan, és, de fet, el més utilitzat dels dos en forma escrita.
10দেশের বিভিন্ন অ-পশতু জাতিগোষ্ঠীর মধ্যে দারি ভাষার প্রচলন বেশি। প্রধান তাজিক সংখ্যালঘু গোষ্ঠীও দারিভাষায় কথা বলে।A més, el dari és la llengua de diversos grups ètnics no paixtu del país, incloent-hi la gran minoria tadjik, de la qual prové Rabbani. *
11রাব্বানী এ গোষ্ঠীরই একজন। * ২৭ জানুয়ারির ভাষণের পরপরই আফগানিস্তানের জাতীয় কংগ্রেস পার্টির প্রধান জাতিগতভাবে তাজিক আব্দুললতিফ পেদরাম আফগানিস্তানের নতুন কোয়ালিশন সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট লিখেন।Poc després del discurs del 27 de gener, Abdullatif Pedram, líder del Partit Nacional del Congrés de l'Afganistan, d'ètnia tadjik, va escriure una publicació molt comentada a Facebook en què criticava la nova coalició de govern de l'Afganistan, titllant-la d'”il·legal” i “anticonstitucional”, i afegia que Salahuddin Rabbani ha “traït [la seva] llengua materna i la cultura persa”.
12তাঁর এই পোস্টটি বহুল প্রচারিত।Abdullatif Pedram. Fotografia de la seva pàgina de Facebook
13তিনি আফগান সরকারের সমালোচনা করে বলেন, এ সরকার “অবৈধ” এবং “অসাংবিধানিক”।
14সালাউদ্দিন রাব্বানী “ ফার্সি সংস্কৃতি ও [তাঁর] মাতৃভাষার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি আরও বলেনQuan Salahuddin comença el seu discurs en paixtu, transmet la idea que el paixtu és la llengua principal del país, i per tant, els representants d'altres països arribaran a la mateixa conclusió.
15আব্দুললতিফ পেদরাম। ছবি তাঁর ফেসবুক পেজ থেকে প্রাপ্তAixò és una infidelitat a la [seva] llengua materna i a la rica cultura persa.
16সালাউদ্দিন যখন তাঁর ভাষনের প্রথম অংশ পশতুতে শুরু করেন তখন মনে হচ্ছিল এ দেশের প্রথম ভাষা পশতু।
17এর উপর ভিত্তি করে বিদেশি দেশসমূহের প্রতিনিধিরাও একই উপসংহারে উপনীত হবেন।Respecto i estimo totes les llengües del meu país, incloent-hi el paixtu.
18এটা [তাঁর] মাতৃভাষা ও সমৃদ্ধ ফার্সি সংস্কৃতির প্রতি বিশ্বাসঘাতকতা…… পশতুসহ আমার দেশের সকল ভাষাকেই আমি সম্মান করি ও ভালবাসি।
19কিন্তু এ বিষয়টি হচ্ছে নীতিগত।Però és una qüestió de justícia.
20ব্যাপক সংখ্যাগরিষ্ঠের ভাষা হল ফার্সি (আফগানিস্তানে)।El persa és la llengua de la majoria de la gent (a l'Afganistan).
21অনেকেই তাঁর সাথে একমত পোষন করেছেনঃMolts s'han mostrat d'acord amb ell:
22প্রিয় ডঃ আপনি ঠিকই বলেছেন।Benvolgut doctor, tens tota la raó.
23যারা নিজেদের পরিচয় নিয়ে ব্যবসা করে তাঁদের কাছ থেকে আপনি আর কী আশা করতে পারেন?Què més es pot esperar dels qui mercadegen amb la seva identitat?
24অনেকেই পেদরামের জাতিয়তাবাদের সমালোচনা করেছেন।D'altres acusen Pedram de nacionalisme.
25আহমেদ ওয়ালি হাকিমি সমালোচনা করে বলেনঃAhmad Wali Hakimi li recriminava:
26জনাব পেদরাম, এটা খুবই দুঃখজনক যে আপনি আপনার শিক্ষা ও মূল্যবান জীবনকে অর্থহীন (আলোচনায়) কাজে লাগাচ্ছেন।Senyor Pedram, és una llàstima que malgasti la seva educació i la seva inestimable vida (discutint) coses inútils.
27আপনি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, আপনি একজন অসুস্থ……Ha traït la nació, està malalt.
28ফজল আজিজি নামের একজন আলোচক নতুন পররাষ্ট্রমন্ত্রীর দ্বৈত নাগরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।Un altre, Fazl Azizi, recordava la doble nacionalitat del nou ministre d'Afers Exteriors, un factor que va fer retardar el seu nomenament:
29এ দ্বৈত নাগরিকতা তাঁকে তার নতুন পদায়নে ভূমিকা রেখেছেঃFet i fet, podria parlar en anglès, ja que té la nacionalitat britànica.
30তাঁর আসলে ইংরেজিতেই কথা বলা ভাল কারন তিনি একজন ব্রিটিশ নাগরিক।
31আফগান সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাস্তবতা হল ২৬ জানুয়ারি দেশের সংসদের নিম্নকক্ষ রাব্বানীর ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের অনুমোদন দিয়ে ২৭ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগদানের জন্য তার পথকে সুগম করে দিয়েছে ।
32আফগান রাষ্ট্রপতি আশরাফ গনির মন্ত্রিসভার অনেক সদস্যই সংসদের নিম্নকক্ষের অনুমোদনের অপেক্ষায় আছেন। কারন, তাঁদের অনেকেই দ্বৈত নাগরিক।En realitat, els mitjans afganesos van informar [en] que la càmera baixa del país havia aprovat revocar la nacionalitat britànica de Rabbani el 26 de gener, cosa que va permetre que fos acceptat com a ministre d'Afers Exteriors el 27 del mateix mes.
33জাতিগতভাবে পশতুন গনি এবং তার রাষ্ট্রপতি পদের প্রতিদ্বন্দ্বী উভয়েই এ বছরের শুরুতে নির্বাচনের জন্য জাতিগত বৈচিত্রপূর্ণ মোর্চাগঠন করেছেন।El parlament afganès encara s'ha de pronunciar sobre la meitat dels candidats a ministre nomenats pel president Ashraf Ghani, molts dels quals són també ciutadans de dos països.
34কউদারনস্বরূপ বলা যায় তিনি বিখ্যাত নর্দান এলাইয়েন্সের কমান্ডার আহমেদ শাহ মাসুদের ভাই তাজিক বংশোদ্ভূত আহমেদ জিয়া মাসুদকে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর দলভুক্ত করেছেন।Tant Ghani, que es defineix com a d'ètnia paixtu, com els que foren rivals seus a la presidència, varen treballar per construir coalicions ètnicament diverses durant la campanya per a les eleccions de principis d'any [en].
35গনির প্রতিদ্বন্দ্বী অর্ধেক - পশতুন অর্ধেক- তাজিক আবদুল্লাহ আবদুল্লাহকে বাদ দিয়ে আব্দুলগনির পক্ষ নেওয়ায় অনেক তাজিক আহমেদ জিয়া মাসুদের সমালোচনা করেছেন।Ghani, per exemple, va incloure Ahmad Zia Massoud [en], d'ètnia tadjik i germà del llegendari comandant de l'Aliança del Nord, Ahmad Shah Massoud al seu equip presidencial.
36২০০১ সালে আহমেদ শাহ মাসুদের মৃত্যুর পূর্ব পর্যন্ত আবদুল্লাহ আবদুল্লাহ, আহমেদ শাহ মাসুদের নিকটতম বন্ধু ছিলেন। ২০১১ সালে রাব্বানী তুরস্কে নিযুক্ত আফগান রাস্ট্রদূত ছিলেন।Molts tadjiks van criticar Ahmad Zia Massoud per fer costat a Ghani en lloc del seu rival per a la presidència, Abdullah Abdullah, mig paixtu mig tadjik, qui fou un dels amics més propers d'Ahmad Shah Massoud abans que fos assassinat l'any 2001.
37তাঁর মরহুম পিতার জোরালো তাজিক সংযোগায়ন ছাড়াও তাকে বিদেশি শিক্ষায় শিক্ষিত একজন টেকনোক্র্যাট হিসেবে বিবেচনা করা হয়।Rabbani, que fou ambaixador de l'Afganistan a Turquia el 2011, s'ha format a l'estranger i és vist com un tecnòcrata, malgrat tenir forts vincles tribals entre els tadjiks, que ha heretat del seu pare.
38পশতুভাষায় ভাষন শুরু করে তিনি জাতিগত ও ভাষাগত প্রভেদ কমাতে গিয়ে বরং তাকে আরও উসকে দিয়েছেন।Si amb el seu discurs en paixtu provava de suavitzar les diferències ètniques i lingüístiques del país, sembla que en comptes d'això les ha agreujades encara més.