Sentence alignment for gv-ben-20120209-22530.xml (html) - gv-cat-20120211-984.xml (html)

#bencat
1মালদ্বীপঃ বিশৃঙ্খলতার চূড়ান্ত পর্যায়Maldives: a un pas del caos
2একটি বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচন, যা দেশটিকে একটি গণতান্ত্রিক সরকারকে দেশটির পথ প্রদর্শক হিসেবে বসিয়েছিল, তার ঠিক তিন বছর পর মালদ্বীপের এই শিশু গণতন্ত্র এখন নৈরাজ্য এবং বিশৃঙ্খলতার চূড়ান্ত পর্যায়ে এসে উপস্থিত হয়েছে।Tres anys després de les primeres eleccions democràtiques amb candidats d'uns quants partits a les Maldives, ha arribat un govern democràtic al poder. En aquests moments, amb tot, la jove democràcia sembla abocar-se al caos.
3মালদ্বীপের গণতান্ত্রিক নিরীক্ষা অনিবার্যভাবে এখন এক ধবংসের মুখোমুখি, কারণ শাসক এবং বিরোধী দলের গুণ্ডারা দেশটির রাজধানী মালেতে পরস্পররে সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে ।L'experiment democràtic de les Maldives pot estar encarant-se a una mort prematura mentre els criminals que pertanyen al partit governant i els de l'oposició topen als carrers de la capital, Male.
4তারা মানুষের সম্পত্তি লুঠপাট করে, ব্যক্তি মালিকানাধীন টিভি চ্যানেলগুলোতে আগুন দেয় এবং ইঁট ও পাথর নিয়ে একে অন্যের উপর হামলা চালায়।Arran d'aquestes topades, la ciutat veu com augmenten els actes de vandalisme sobre la propietat privada, els incendis a les televisions privades i les lluites cos a cos sota una pluja de maons i pedres.
5পুলিশের একদল বিদ্রোহী কর্মকর্তা, সামরিক বাহিনী এবং পুলিশের মাঝে নোংরাভাবে অবস্থান গ্রহণ করে এবং সামরিক বাহিনীর কিছু সদস্য এই বিদ্রোহে পুলিশের সাথে যোগ দেয়।Una rebel·lió dins el cos de policia ha causat una desagradable confrontació entre els militars i els policies, i una part dels militars s'ha acabat afegint al motí de la policia.
6উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, যখন রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারে, এমন এক বিভ্রান্তিকর সংবাদ সব জায়গায় ছড়িয়ে পড়ে।La tensió va arribar al punt culminant quan van aparèixer informacions contradictòries sobre la renúncia del president.
7এ বছরের জানুয়ারী মাস থেকে দেশটির রাজনৈতিক সঙ্কট শুরু, যখন দেশটির সরকার পুলিশকে বিশেষ কয়েকজন বিরোধী দলের নেতার বিরুদ্ধে তদন্তের নির্দেশ প্রদান করে। সরকারের দাবী ক্রমেই ভিত্তিহীন বলে প্রমাণিত হয় এবং অভিযোগ ওঠে যে সরকার দেশটির ইসলামের প্রতি যে বিশ্বাস, সেটিকে হেয় করছে।La crisi política a les Maldives va començar el mes de gener passat, quan el govern va demanar a la policia que investigués alguns dirigents de l'oposició perquè, segons denunciava, havien acusat el govern sense fonament i havien insinuat que perjudicava la fe islàmica al país.
8সমালোচকরা বিভ্রান্ত হয়ে পড়ে যখন পুলিশের গ্রেফতারের ঘটনা তুলে ধরে যে বিরোধী দলের উচ্চ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, অন্যদিকে বিরোধী দলের নেতাদের দাবী ছিল যে, তারা সরকারের এই ধরনের নিন্দার বিরুদ্ধে ।Segons els líders de l'oposició, els detractors estaven desconcertats quan la policia va detenir-los, tot i que les reivindicacions de l'oposició encara no havien estat objecte de cap causa civil per difamació.
9এই প্রেক্ষাপটে মালদ্বীপের ক্ষমতাসীন মালদ্বীপ গণতান্ত্রিক দল (মালদিভিয়ান রুলিং পার্টি বা এমডিপি) একটি গণ প্রচারণা শুরু করে, যার নাম “থিয়েনেহ নুকিয়ানে” [ দিবেহী ভাষায়], (যার অর্থ “আপনারা এমনটা বলতে পারেন না”)।El Partit Democràtic de les Maldives (MDP), actualment al govern, va començar llavors una campanya pública anomenada Thiheneh Nukiyeyne [div] (“No podeu dir això”), amb la qual proclamava que el partit no permetria que l'oposició continués, o almenys això creien, fent acusacions sense fonament.
10এতে দাবী করা হয় যে ক্ষমতাসীন দল, দেশের বিরোধী দলকে আর তা করতে দেবে না, যা সরকারে কাছে ভিত্তিহীন অভিযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।En el passat, la difamació era un delicte i els escriptors i individus que n'eren acusats se'ls enviava a la presó, per difamació.
11অতীতে কারো বিরুদ্ধে নিন্দা করা ছিল এক দণ্ডনীয় অপরাধ, এবং এতে লেখক বা ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হত, মূলত তা নিন্দা জানানোর মাত্রার উপর বিবেচনা করে আনা অভিযোগ, অথবা তারা যা প্রকাশ করেছে তার সমালোচনার ভিত্তিতে অপরাধীকে শাস্তি প্রদান করা হত।
12২০০৯ সালে, নিন্দাকে অপরাধ নয় বলে গণ্য করা হয়, যা মালদ্বীপের মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে প্রশংসিত হয়।La despenalització de la difamació el 2009 es va rebre com una millora destacable per a la llibertat d'expressió a les Maldives.
13অপরাধ হিসেবে বিবেচনা করে নিন্দা করার বিরুদ্ধে সরকারে তদন্তের নির্দেশ, মত প্রকাশের স্বাধীনতার প্রবক্তাদের জন্য এখন গভীর এক উদ্বেগের বিষয় হয়ে দাড়িয়েছে।La disposició del govern a investigar penalment els casos de difamació s'havia convertit en una gran preocupació per als defensors de la llibertat d'expressió.
14যখন অপরাধ বিষয়ক আদালতের প্রধান বিচারপতি আবদুল্লাহ মোহাম্মদ, দেশটির দেবেহি কোয়ামি দলের (ডিপিকিউ) সহ সভাপতির গ্রেফতারকে অবৈধ বলে ঘোষণা করে এবং পুলিশের হাতে আটক উক্ত নেতাকে ছেড়ে দেবার নির্দেশ দেয়, তখন পুলিশ, দেশটির জাতীয় প্রতিরক্ষা বাহিনী বা সামরিক বাহিনীকে অনুরোধ করে, তারা যেন বিচারপতিকে গ্রেফতার করে।Quan Mohamed Abdulla, el jutge en cap del tribunal penal del país, va decretar que la detenció del vicepresident del Partit Dhivehi Qaumee (DQP) era il·legal i va ordenar-ne l'alliberament, la policia va sol·licitar l'ajuda de les Forces de Defensa Nacional de les Maldives (MNDF) o de l'exèrcit per detenir el jutge.
15১৬ জানুয়ারি থেকে বিচারপতি মোহাম্মদ সামরিক বাহিনীর হাতে বন্দী র‍য়েছেন এবং জোর করে তাকে জনসম্মুখ থেকে অদৃশ্য করে ফেলার ঘটনায়, রাস্তায় বিক্ষোভের সূত্রপাত ঘটায় যা তিন সপ্তাহ ধরে চলছে।Mohamed ha estat sota custòdia militar des del 16 de gener i la seva desaparició forçada ha fet que el carrer s'hagi omplert de protestes durant tres setmanes.
16এর আগে বিচারপতি মোহাম্মদ নিজেই বেশ কিছু বিতর্কের বিষয় হয়ে ছিলেন এবং বিচার বিভাগ সংক্রান্ত অধিদপ্তর (জুডিশিয়াল সার্ভিস কমিশন বা জেএসসি ) আবিষ্কার করে যে তিনি বিচারকের নীতিমালা ভঙ্গ করেছেন।El mateix Mohamed havia creat polèmica en unes altres ocasions i la Comissió del Servei Judicial (JSC) ha descobert que havia violat el codi de conducta dels jutges.
17জেএসসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিচারপতি মোহাম্মদ সাধারণ আদালতে (সিভিল কোর্টে) দরখাস্ত করে এবং আদালত জেএসসির বিরুদ্ধে এক আদেশ প্রদান করে যে, এই দরখাস্তের উপর রায় প্রদান না করা পর্যন্ত তারা যেন বিচারক মোহাম্মদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত কোন ব্যবস্থা গ্রহণ না করে।Mohamed va recórrer contra la decisió del JSC al jutjat de primera instància i aquest ha emès una ordre judicial perquè el JSC no prengui cap mesura disciplinària contra Mohamed fins que l'apel·lació no s'hagi resolt.
18ফৌজদারী আদালতের এই রায়টিও অত্যন্ত বিতর্কিত, কারণ বিচার বিভাগকে দায়িত্বশীল করার জন্য সংবিধান জেএসসি-কে যে ক্ষমতা প্রদান করেছে, এটি তার উপর হস্তক্ষেপ।Aquesta mateixa ordre judicial és molt polèmica perquè envaeix els poders que la constitució havia atorgat al JSC per tal que el poder judicial fos responsable.
19এরপর থেকে সরকার দাবী করে আসছে যে বিচারপতি মোহাম্মদকে গ্রেফতার করার বিষয়টি, বিচারবিভাগকে নিষ্কলুষ করার যে সিদ্ধান্ত, এটি তার ক্ষেত্রে এক পদক্ষেপ।El govern, des de llavors, ha afirmat que la detenció de Mohamed forma part de la seva campanya per netejar el poder judicial, que és corrupte fins a la medul·la, segons el mateix govern.
20বেশ কয়েকটি রাজনৈতিক দল উল্লেখ করেছে যে বিচারপতি মোহাম্মদকে যে সামরিক এক প্রশিক্ষণ শিবিরে আটকে রাখা হয়েছে তা আইনগতভাবে বৈধ নয় এবং সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, সাধারণ নাগরিককে বন্দী করার সামরিক বাহিনীর কোন বৈধ অধিকার নেই।La detenció de Mohamed en un camp d'entrenament militar ha estat declarada il·legal i és vista com una violació de la constitució per uns quants partits, que assenyalen que l'exèrcit no té autoritat per detenir persones.
21সরকার, বিচারক মোহাম্মদের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিকভাবে কোন অভিযোগ আনেনি।El govern no ha presentat càrrecs formals contra Mohamed.
22সামরিক বাহিনী দাবী করেছে যে তারা বিচারপতি মোহাম্মদকে একজন আইনজীবী প্রদান করেছে এবং মালদ্বীপের মানবাধিকার প্রতিষ্ঠানকে তার সাথে সাক্ষাতের অনুমতি প্রদান করেছে।L'exèrcit declara que ha proporcionat un advocat a Mohamed i ha permès que el pogués visitar la Comissió de Drets Humans de les Maldives.
23গ্রেফতারের পরের দিনই তার পরিবারকে জানানো হয়, বিচারপতি মোহাম্মদকে কোথায় রাখা হয়েছে।A la seva família, se la va informar del seu parador només pocs dies després de la detenció.
24বিচারক আবদুল্লাহ মোহাম্মদকে আটকে রাখার ঘটনায় বেশ কয়েকজন প্রখ্যাত আইনজীবী এর বিরুদ্ধে কথা বলেছে।Un grup d'advocats il·lustres de les Maldives s'ha pronunciat contra la detenció del jutge Mohamed Abdulla.
25এদের মধ্যে রয়েছেন শাহিন হামিদ, যিনি সংসদীয় সংবিধান কমিটির সহ-সভাপতি, যে কমিটি বর্তমান খসড়া সংবিধান রচনা করেছে, রয়েছেন ধিয়ানা সাইদ, বর্তমান সরকারে প্রথম এটর্নী জেনারেল, আরো আছেন, হুসনু সুদ, যিনি বর্তমান সরকারের প্রাক্তন এটর্নী জেনারেল।Entre aquests hi ha Shaheen Hameed, el vicepresident de l'assemblea constituent que va redactar la constitució actual; Dhiyana Saeed, la primera fiscal general del govern actual, i Husnu Suood, un altre antic fiscal general del govern.
26প্রসিকিটর-জেনারেল আহমেদ মুয়িজ্জু, যিনি উক্ত পদে যাবার আগে দেশটির অন্যতম ‘মামলা অনুশীলনকারী আইনজীবী' হিসেবে খ্যাতি লাভ করেছিলেন, তিনিও এই আটকাদেশকে অবৈধ বলে উল্লেখ করেছেন।Ahmed Muizzu, que era un destacat advocat del país abans del seu nomenament com a fiscal general, també ha dit que la detenció és il·legal.
27দেশটির প্রধান বিচারপতি আহমেদ ফাইজ উক্ত বিচারককে ছেড়ে দেবার আহ্বান জনিয়েছেন।Ahmed Faiz, el president del Tribunal Suprem, ha demanat que s'alliberi el jutge.
28মালদ্বীপের মানবাধিকার কমিশনও এভাবে বিচারককে আটকে রাখার ঘটনায় তাদের উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ, দেশটির সরকারের কাছে আহ্বান জানিয়েছে, হয় তারা বিচারককে ছেড়ে দেয় অথবা তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে।La Comissió de Drets Humans de les Maldives, per la seva banda, ha expressat la preocupació per la llarga detenció del jutge, i l'ONU ha instat el govern de les Maldives a alliberar el jutge si no hi presenta càrrecs formals.
29আব্বাস ফাইজ, যিনি এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক, তিনি স্থানীয় মিনিভ্যান নিউজ ওয়েবসাইটে প্রকাশিত মন্তব্যে বলেন যে, এ ভাবে বিচারককে আটকে রাখা অযৌক্তিক।Abbas Faiz, investigador al sud de l'Àsia d'Amnistia Internacional, en un article d'opinió publicat a la web del diari local Minivan News, ha dit que la detenció del jutge és arbitrària.
30এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সরকারের প্রতি আহ্বান জনিয়েছেন, যেন সরকার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনে, অথবা তাকে মুক্ত করে দেয়”।“Amnistia Internacional demana al govern que presenti càrrecs formals contra ell o que el deixi en llibertat”, hi escriu.
31ফাইজ এই কথা গুলো লিখেছেন। ৬ ফেব্রুয়ারি তারিখের সন্ধ্যাবেলায়, উত্তেজনা চরমে পৌছে, যখন শাসক এবং বিরোধী দলের বিক্ষোভকারী পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যা এক উল্লেখযোগ্য সংঘর্ষে পরিণত হয়।La tensió va arribar a un moment crític quan els manifestants del partit governant i els partits de l'oposició es van encarar el 6 de febrer a la nit amb gran violència.
32ঠিক এরপরে কয়েকজন পুলিশ সংসদে শাসক দলের কক্ষে প্রবেশ করে এবং সেখানকার সম্পত্তি লুটপাট করে।A partir de llavors, algunes unitats de la policia van irrompre a la sala d'actes del partit al poder i presumptament hi van causar desperfectes.
33একদল পুলিশ কর্মকর্তা, যারা তাদের ভাষায় অবৈধ আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং প্রতিবাদে মধ্য রাতে মালের রিপাবলিকান স্কোয়ারে সমাবেত হয়।Un grup d'oficials de policia es va rebel·lar contra les ordres il·legals i es va reunir després de mitjanit a la plaça de la República de Male, en senyal de protesta.
34মাঝরাতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে, ভিটিভি নামক টিভি চ্যানেল, যা কিনা বিরোধী দলের প্রতি সহানুভূতিশীল ছিল এবং যার মালিক এক বিরোধী দলের নেতা, একদল গুণ্ডা এর অফিসে আগুন ধরিয়ে দেয়।En una nit tan violenta, un grup de vàndals va incendiar les oficines de VTV, una televisió privada que simpatitza amb l'oposició i que és propietat d'un dels seus caps.
35হাভেরু ডেইলি নামের এক পত্রিকার সাংবাদিক আমিনাথ শিফলিন, এই বিক্ষোভের সংবাদ গ্রহণ করার সময় আহত হয়।Aminath Shifleen, un periodista del diari Haveeru Daily, va ser ferit mentre cobria la protesta.
36গত কয়েক সপ্তাহে , বিক্ষোভ চলাকালীন সময়ে বেশ কয়েক জন সাংবাদিক আক্রমণের শিকার হয় এবং বেশ কয়েকটি ঘটনায় কিছু প্রচার মাধ্যমের অফিসে হামলা চালানোর ঘটনা ঘটে।Durant les darreres setmanes, alguns periodistes han rebut atacs durant les protestes i s'han atacat unes quantes vegades les oficines dels mitjans de comunicació.
37এই সব বিক্ষোভের সময় সাধারণ নাগরিকদের সম্পত্তি ধ্বংস করার বিষয়টি ছিল এক সাধারণ ঘটনা, যা সারা মালদ্বীপে ছড়িয়ে পড়ে।La destrucció de la propietat privada també ha estat una característica comuna de les protestes que han afectat greument les Maldives.
38সকাল বেলায় বেশ কিছু নাগরিক সামাজিক প্রচার মাধ্যমে এখনো সক্রিয় থাকে, যারা এই অমীমাংসিত সঙ্কটের বিষয়ে তাদের মন্তব্য প্রদান করে যাচ্ছে।L'endemà, algunes persones encara eren actives als mitjans socials i expressaven l'opinió sobre la crisi actual.
39জুভানুজে মাইদাহান ( তরুণ্যের কেন্দ্র নামক এলাকা) নামক ফেসবুকের এই পাতায় বিক্ষোভের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে।La pàgina de Facebook Zuvaanunge' Maidhaan (La Plaça de la Joventut) aportava imatges de les protestes.
40এই ঘটনার উপর টুইটারে সব সময় তাজা সংবাদ প্রদান করা হচ্ছে।També hi havia actualitzacions freqüents a Twitter:
41প্রাক্তন এটর্নী জেনারেল হুসনু সুদ টুইট করেছেন :Husnu Suood, antic fiscal general, piula:
42@এইচসুদঃ মনে হচ্ছে না, তারা এক রক্তাক্ত সংঘর্ষ এড়াতে পারবে।@hsuood: No crec que puguin evitar una confrontació sagnant.
43মালদ্বীপের জন্য এক বেদনাদায়ক দিনUn dia trist per a les Maldives.
44নাত্তু টুইট করেছে:#mvprotest Nattu piula:
45মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী বনাম মালদ্বীপের পুলিশ বাহিনী #এমভিপ্রটেস্ট।Les Forces de Defensa Nacional de les Maldives contra la Policia de les Maldives #mvprotest.
46জাতীয় প্রতিরক্ষা বাহিনী পিছু হটে গেছে।Les Forces de Defensa Nacional fan un pas enrere.
47ইউসুফ ওয়াহেদ জিজ্ঞেস করেছে:Yoosuf Waheed pregunta:
48দেশটিতে ঘটছেটা কি!Què passa?
49# মালদ্বীপে যে জটিলতা দেখা দিয়েছে তা এখন নোংরা রুপ ধারণ করেছে।Situació dura i força desagradable a les #Maldives
50আলী তোহলাথ বলছে:Ali Tholhath diu:
51@তোহলাথ:মালদ্বীপের জন্য এক বেদনাদায়ক দিন।@tholhath: Dia trist per a les Maldives.
52এই উন্মাদনা বন্ধ করুন।Atureu aquesta bogeria.
53আলী সিয়ান টুইট করেছে:Ali Shiyan piula:
54@ফালহো_ডি: যা ঘটছে তা দেখে মন খারাপ হয়ে যাচ্ছে, এতে কে জিততে যাচ্ছে?@falho_D: Trist veure com tot ha acabat així, qui guanyarà ara?
55এবং মনে করি এটা খুব সাধারণ ভাবে ঘটতে পারত, আদতে মালদ্বীপের জন্য একটা বেদনাদায়ক দিন।I pensar que hauria pogut ser molt més senzill. De totes maneres, dia trist per a les Maldives.
56শারিফজিজ্ঞেস করেছে:Shareef pregunta:
57@ শারিফ বিষয়টি আরো খারাপের দিকে গড়াচ্ছে, মালদ্বীপের সামরিক বাহিনী বনাম পুলিশ।@shareef: Les coses són cada vegada pitjors, l'exèrcit de les #Maldives contra la policia de les Maldives.
58কে জিতবে।Qui guanyarà?
59আগিসা জিজ্ঞেস করছে:Agisa pregunta:
60@আগিসা: যখন আমি ঘুমাচ্ছিল, তখন #মালদ্বীপের ভাগ্যে কি ঘটেছে?@agisaa: Què ha passat a les #Maldives mentre dormia?
61সফওয়াতুল্লাহ মোহাম্মদ টুইট করেছে:Sofwathullah Mohamed piula:
62@সফওয়াত: আর কিছু বলার নেই।@sofwath: No hi ha res més a dir.
63একে অন্যের প্রতি অভিযোগ, কোন সাহায্য প্রদান করবে না।Buscar un culpable no servirà de res.
64পরম করুণাময় মালদ্বীপকে রক্ষা করুন।Que Déu salvi les Maldives.
65#এমভিপ্রটেস্ট।#mvprotest
66এবং এখানে একটি তাজা সংবাদ রয়েছে: আহমেদ আফান শাফাই একটি ছবি সহ তা পোস্ট করেছে:I aquí teniu una actualització: Ahmed Affan Shafy informa amb una imatge:
67মালদ্বীপের সামরিক বাহিনী পুলিশের সাথে যোগ দিয়েছে এবং জনতা দেশটির রাষ্ট্রপতি জনাব নাশিদের অসাংবিধানিক শাসনের বিরুদ্ধে।L'exèrcit de les Maldives uneix forces amb la policia i les persones en contra de la inconstitucionalitat del govern de Nasheed.
68টুইটারে ছবি পোস্ট করেছে @আহমেদআফফানশাফImatge afegida a Twitter per @AhmedAffanShafy