# | ben | cat |
---|
1 | মিশরীয়'রা বলছে: “এটা অভ্যুত্থান নয়” | Egipte: bloguers critiquen la cobertura de la CNN americana |
2 | এই পোস্ট আমাদের মিশরীয়'রা মুরসিকে ছুঁড়ে ফেলেছে বিশেষ কভারেজের অংশ। | |
3 | মার্কিন যুক্তরাষ্ট্র মিশরীয় ঘটনাবলিতে অযাচিত হস্তক্ষেপ করছে। | |
4 | এমনকি সংবাদ প্রদানের ক্ষেত্রেও। | Aquest article forma part de la cobertura especial Els egipcis enderroquen Mursi. |
5 | বিশেষ করে সিএনএন-এর রাজনৈতিক সংবাদের ক্ষেত্রে যা গত রাতের অগ্নিগর্ভ পরিস্থিতির পর শুরু হয়েছে। | La intromissió dels Estats Units en els afers egipcis i la cobertura que les agències de notícies (especialment de la CNN) estan fent de la situació política a Egipte van ser el punt de mira dissabte a la nit. |
6 | দায়িত্ব পালনের এক বছরের মাথায় প্রেসিডেন্ট পদ থেকে মোহাম্মদ মুরসিকে সরিয়ে দেয়ায় দেশজুড়ে উত্সব শুরু হয়। | La destitució de l'expresident egipci Mohamed Mursi després d'un any de govern va acollir celebracions arreu del país així com una tongada de violència [en] entre partidaris i detractors de Mursi. |
7 | যদিও মুরসি সমর্থক ও বিরোধীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মুরসি'র সমর্থকরা বলছেন, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে। | Mentre els partidaris de Mursi diuen que la retirada del poder de Mursi va ser un cop d'estat militar, el campament d'oposició a Mursi insisteix que es tracta de la voluntat del poble, la qual, amb l'ajuda de les esferes militars poderoses, ha fet possible la destitució. |
8 | কিন্তু মুরসি বিরোধীরা বলছে, জনগণের ইচ্ছায় সামরিক বাহিনী এই কাজ করেছে। | |
9 | ক্ষমতাধর সেনাবাহিনী সমর্থন দিয়েছে বলেই তাকে অপসারণ করা সম্ভব হয়েছে। | Hi ha gent a qui li molesta també la intromissió dels Estats Units en els afers egipcis. |
10 | মিশরের ঘটনাবলিতে অযাচিত হস্তক্ষেপ করায় অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ক্ষিপ্ত। | Diuen que la “declaració provocativa” [en] del president dels Estats Units, Barack Obama, ignora les masses que van sortir al carrer per reclamar la seva llibertat i, en canvi, fa servir la carta de l'ajuda humanitària. |
11 | তারা বলছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার “উস্কানিমূলক বিবৃতি“তে মত প্রকাশের স্বাধীনতার দাবিতে যে জনগণ পুনরায় রাস্তায় নেমে এসেছে, তাদের উপেক্ষা করা হয়েছে। | |
12 | ওবামা জুলাইয়ের তিন তারিখে এই বিবৃতি দেন: | La declaració dels Estats Units, emesa el 3 de juliol, afirma: |
13 | মার্কিন যুক্তরাষ্ট্র খুব ঘনিষ্ঠভাবে মিশরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। | Els Estats Units observem la canviant situació a Egipte, i creiem que, en última instància, el futur d'Egipte només el pot determinar el poble egipci. |
14 | আমরা বিশ্বাস করি, মিশরের ভবিষ্যত্ কি হবে, তা মিশরের জনগণই ঠিক করবেন। | |
15 | সামরিক বাহিনী প্রেসিডেন্ট মুরসিকে অপসারণ এবং সংবিধান স্থগিত করায় আমরা উদ্বিগ্ন। | De tota manera, ens preocupa molt la decisió presa per les Forces Armades egípcies de destituir el president Mursi i de suspendre la constitució egípcia. |
16 | আমি মিশরীয় সামরিক বাহিনীকে আহবান জানাবো অতি দ্রুত স্বচ্ছতার সাথে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে। | Demano a l'exèrcit egipci que actuï de manera ràpida i responsable per tal de retornar l'autoritat plena a un govern civil elegit democràticament tan aviat com sigui possible per mitjà d'un procés inclusiu i transparent que eviti la detenció arbitrària del president Mursi o dels seus partidaris. |
17 | প্রেসিডেন্ট মুরসি এবং তার সমর্থকদের নির্বিচারে গ্রেফতার পরিহার করার আহবান জানাবো। | |
18 | আজকের অগ্রগতি হলো, আমি আমার সংশ্লিষ্ট বিভাগ এবং এজেন্সিকে নির্দেশ দিয়েছি মার্কিন আইন অনুযায়ী মিশরীয় সরকারকে সহায়তা করার। | Tenint en compte els esdeveniments d'avui, he encomanat als departaments i a les agències pertinents que revisin les implicacions de la nostra assistència al govern d'Egipte d'acord amb les lleis dels Estats Units. |
19 | মার্কিন সরকারের এই প্রতিক্রিয়ার পর সিএনএনের সরাসরি সম্প্রচার কার্যক্রমকে অনেক নেটিজেন অপসারিত ব্রাদারহুড প্রেসিডেন্টের প্রতি নিষ্প্রাণ সমর্থন হিসেবে অভিহিত করে। | |
20 | এমনকি মুরসি সমর্থকদের শান্তিপ্রিয় বলে প্রচার, জনপ্রিয় দাবি হলো “অভ্যুত্থান”, মুসলিম ব্রাদারহুডের “শান্তিপ্রিয়” সমর্থকদের ওপর সেনাবাহিনীর আক্রমণ ইত্যাদি প্রচারের অভিযোগও আনেন নেটিজেনরা: | Després d'aquesta reacció, la CNN, que cobria els esdeveniments en directe, va començar el que molts internautes han anomenat “una campanya insípida de suport al president destituït dels Germans Musulmans i a la seva legitimitat que descriu les concentracions de suport a Mursi de “pacífiques” i anomena les demandes populars “un cop d'estat” i denuncia l'acció militar contra els manifestants “pacífics” que donen suport als Germans Musulmans: |
21 | @:CNN অভ্যুত্থানের অভিযোগে মুরসি সমর্থকরা সহিংসতায় মেতে ওঠে। http://on.cnn.com/11nnpPL | @:CNN La violència explota quan els partidaris de Mursi denuncien el cop d'estat http://on.cnn.com/11nnpPL [en] |
22 | সিএনএন-এর নতুন লোগো। ছবি পোস্ট করেছেন @aelsadek | El nou logotip de la CNN - imatge publicada per @aelsadek |
23 | সিএনএন-এর জন্য সাদেক নতুন লোগো তৈরি করেছেন। | El nou logotip [en] per a la CNN publicat per Sadek inclou l'emblema dels Germans Musulmans. |
24 | এতে মুসলিম ব্রাদারহুডের প্রতিকও রয়েছে। | La frase en àrab és el seu lema [ar]: Arma't. |
25 | আরবিতে তাদের নীতিবাক্যটাও লেখা আছে: নিজেকে প্রসারিত করো। | Wael va contestar amb imatges al que considerava una explicació tergiversada dels fets: |
26 | সিএনএন-এর ঘটনা টুইস্টেড করার প্রতিবাদে ওয়ায়েল টুইটারে ছবিসহ পোস্ট করেছেন: | |
27 | @Waelucination শান্তিপ্রিয় প্রতিবাদ? | @Waelucination Manifestacions pacífiques? |
28 | মিথ্যাচার থামান। | Pareu de dir mentides @CNN pic.twitter.com/y9AamNfKXF [en] |
29 | @সিএনএন pic.twitter.com/y9AamNfKXF | Les concentracions pacífiques dels Germans Musulmans. |
30 | মুসলিম ব্রাদারহুডের “শান্তিপ্রিয়” বিক্ষোভ। | @Waelucination es queixa que la CNN menteix en la imatge que dóna dels manifestants partidaris de Mursi. |
31 | @Waelucination যুক্তি দেখিয়ে বলেন, মুরসি সমর্থক বিক্ষোভকারীদের ব্যাপারে সিএনএন মিথ্যা বলছে। | Aquesta fotografia mostra les milícies armades entre els manifestants. May Kamel va subratllar el següent sobre l'objectivitat de la cadena CNN quan emetia els conflictes instigats pels partidaris de Mursi: |
32 | এই ছবিতে মুরসি সমর্থকদের মধ্যে সশস্ত্র সমর্থকদেরও দেখা যাচ্ছে। | |
33 | মুসলিম ব্রাদারহুড সমর্থকদের উস্কানিতে সহিংসতার সময় সিএনএন নেটওয়ার্কের সম্প্রচার কৌশল কি হয়, তা তুলে ধরেছেন মে কামেল: | |
34 | @MayKamel এখন #মুসলিম ব্রাদারহুডের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে #তাহরির স্কয়ারের জনতার ওপর আক্রমণ করছে। | @MayKamel Ara que #MBareterrorists [els Germans Musulmans són terroristes] ataquen la gent a #Tahrir amb munició, la CNN Live no s'interessa a emetre-ho. |
35 | কিন্তু সিএনএন তা সরাসরি প্রচার করছে না। | #CNN_STOP_Lying_About_Egypt [CNN deixa de mentir sobre Egipte] |
36 | মিশর নিয়ে মিথ্যা প্রচার বন্ধ করো সিএনএন। মার্কিন প্রশাসন এবং মিডিয়ার প্রতিক্রিয়া দেখে অবস্থার আরো অবনতি হয়। | Agreujat per l'administració dels Estats Units i la resposta dels mitjans de comunicació, els internautes van utilitzar les etiquetes #not_a_coup [no és un cop d'estat] i #MindYourOwnBusinessUS [Estats Units no us poseu on no us demanen] a Twitter. |
37 | নেটিজেনরা টুইটারে #এটাকোনোঅভ্যুত্থাননয় এবং #আমেরিকানিজেরচরকায়নিজেতেলদাও হ্যাশট্যাগ শুরু করে। | |
38 | ওয়ালিদ লিখেছে: | Waleed diu: |
39 | @WilloEgy #মুরসির পদত্যাগের দাবিতে ৩৩ মিলিয়ন সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। | |
40 | আপনি এখনও একে সামরিক অভ্যুত্থান বলছেন? আপনি ঘটনার ভুল উপস্থাপন করছেন। | @WilloEgy 33 milions al carrer demanant que #Mursi deixi el poder i encara en dieu cop d'estat militar? |
41 | যদিও আহমেদ সাব্রি লিখেছে: | Esteu tergiversant els fets deliberadament. |
42 | @A_M_Sabry #মিশরকে পরিচালনার জন্য আমরা #ওবামাকে কখনোই নির্বাচিত করিনি… আমি মনে করি #আমেরিকানিজেরচরকায়নিজেতেলদাও। | |
43 | বাহিয়া আরো যোগ করেন: | Mentrestant Ahmed Sabry publica: |
44 | @Baheyah: #মিশরেরজনগণেরবিপ্লবকোনোসামরিকঅভ্যুত্থাননয়। | |
45 | #মুরসিকে উত্খাতের জন্য মিশরের সাধারণ জনগণ গণবিধ্বংসী অস্ত্র হিসেবে তাদের কণ্ঠস্বরকে ব্যবহার করেছে। | |
46 | জুন ৩০: দ্য রিয়েল ডিল শিরোনামের পোস্টে ইয়াশরা বদ্রু বলেছেন, মুসলিম ব্রাদারহুডের এক বছরের শাসনে মিশরীয় জাতি বঞ্চনার শিকার হয়েছে। | |
47 | এটা আমাদের দীর্ঘ অপেক্ষার উদযাপনের প্রহর নিয়ে এসেছে। আর তাদেরকে দিয়েছে শেষকৃত্যের নীরবতা। | @A_M_Sabry #no vam escollir #Obama per governar #Egipte… Penso que #MindYourBusinessUS [Estats Units no us poseu on no us demanen] |
48 | তিনি আরো লিখেন: | Baheyah afegeix: |
49 | আমি রাজনৈতিক অ্যাক্টিভিস্ট নই। কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধি নই। | @Baheyah: #EgyptianRevolutionNotMilitaryCoup [revolució egípcia, no cop d'estat] els egipcis van sortir al carrer per fer fora a #Mursi fent servir la seva arma de distracció massiva = la seva VEU. |
50 | এমনকি কোনো বিশেষজ্ঞও নই। আমি হাজারো মিশরীয়দের একজন যে প্রেসিডেন্টের ভবন থেকে মুরসির অপসারণ চায়। | A l'entrada al seu blog amb títol 30 de juny: ara va de debò [en], Yusra Badr diu que el govern d'un any dels Germans Musulmans ha privat el poble egipci de les tan esperades celebracions i les ha convertides en funerals. |
51 | আমি হাজারো মন ভেঙ্গে যাওয়া সেই মিশরীয়দের একজন যারা ৩০ জুনের বিজয় এনেও বঞ্চনার শিকার হয়েছে। | Afegeix: No sóc una activista política, no sóc periodista i no sóc una analista experta, però sóc una entre els milions d'egipcis que volen Mursi fora del palau presidencial. |
52 | সত্যের বিকৃত সাধন করা হয়েছে। | |
53 | বিভ্রান্তি ছড়িয়ে বিশ্বের সামনে আমাদের নতজানু করা হয়েছে। পরে তিনি সমাপ্তি টেনে লিখেন: | Sóc també una entre els milions que els fa mal el cor quan ens priven de la victòria que hem aconseguit el 30 de juny amagant la veritat i confonent el món que ens mira. |
54 | আমার এই লেখায় আপনি সেটা পাবেন। | |
55 | আমি মাঝরাতে এই লেখা লিখেছি। | I conclou: |
56 | খুব সাদামাটাভাবে লেখা। কোনো তথ্যসূত্রও এতে ব্যবহার করা হয়নি। | Aquí ho teniu, en poques paraules, potser peco d'innocència perquè escric això a la matinada i no he fet servir cap referència. |
57 | যদিও আমার কাছে তথ্যসূত্র অপ্রয়োজনীয় বলেই মনে হয়। কেননা, আমি গত এক বছর ধরে দু:স্বপ্নের মধ্যে বসবাস করছি। | Però no necessito referències perquè fa un any que visc en aquest malson i estic orgullosa d'allò que hem fet el 30 de juny i del suport del nostre exèrcit. |
58 | ৩০ জুনে আমরা যা করেছি, তা নিয়ে আমি গর্বিত। | S'ha acabat, ara va de debò. |
59 | এমনকি সেনাবাহিনীকে সমর্থন দেয়া নিয়েও। এটাই প্রকৃত সুবিচার। | No es tracta d'un cop d'estat, és la voluntat d'una nació que es fa realitat d'una manera poc convencional. |
60 | এটা কোনো সামরিক অভ্যুত্থান নয়। | Aquest article forma part de la cobertura especial Els egipcis enderroquen Mursi. |
61 | প্রথাবিরোধী আচরণের মধ্যে দিয়েই জনগণের জীবনে নতুন ভোর আসবে। | |