# | ben | cat |
---|
1 | ভিডিও: গৃহহীন, কিন্তু স্বরহীন নয় | Vídeos: Sense llar, però no sense veu |
2 | কলম্বিয়া, কানাডা, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে আমাদের বেশ কিছু ভিন্ন ভিন্ন উদ্যোগ রয়েছে যার উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের দুর্দশাকে সামনে নিয়ে আসা, যাদের কথা দ্বিতীয়বার ভুলে যাওয়া হয়েছে; শিশু, আদিবাসী, অভিবাসী, এবং লিঙ্গ পরিবর্তনকারী সম্প্রদায়ের দুর্দশার কথা। | |
3 | কলম্বিয়ার ভিডিওগ্রাফার জোসে আলেজান্দ্রো গোনজালেজ বছরের পর বছর ধরে দেশটির গৃহহীন মানুষদের জীবন ভিডিওতে ধারন এবং তা প্রদর্শন করে আসছে। | A Colòmbia, el Canadà, el Regne Unit i els Estats Units hi ha unes quantes iniciatives per portar a un primer pla la difícil situació d'aquells qui són doblement oblidats: els nens, els indígenes, els immigrants i la comunitat transgènere. |
4 | গত বছর ইনসাইডার প্রজেক্টের মাধ্যমে ওই সমস্ত ভিডিওর অনেকগুলো দুটি লম্বা চলচ্চিত্র, সত্য এবং গৃহ-এর মাধ্যমে প্রদর্শিত হয়। হোমলেস$$ ছবিববের সিসিবাই-এর মাধ্যমে ব্যবহার করা হয়েছে | Durant molts anys, el càmera colombià José Alejandro González ha documentat i ha compartit la vida de persones sense llar a Colòmbia i l'any passat, amb The Insider Project (Projecte d'Informació Confidencial) molts d'aquests documentals es van agrupar en un parell de pel·lícules més llargues: The Truth (La veritat) i The House (La casa). |
5 | দি ট্রুথ, কলম্বিয়ার বোগোটার বেশ কয়েকজন গৃহহীনের অনুসরণ করেছে। | Homele$$ per Bob With CCBy |
6 | যারা তাদের জীবন, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে গৃহহীন হয়ে থাকার মত বিষয় নিয়ে কথা বলেছে। | The Truth segueix molts sense llar a Bogotà (Colòmbia) que parlen de la seva vida i dels aspectes polítics, socials i econòmics que els afecta. |
7 | ওই সমস্ত সাক্ষাৎকারের মধ্যে ১৫ বছরের একজনের সাক্ষাৎকারের কথা রয়েছে, যে তার পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, নেশায় আসক্ত হয়ে পড়া, মাদকের জন্য শহরের কুখ্যাত এলাকায় প্রবেশ করা, এবং আবার “ভালো হয়ে যাওয়া” এবং শহরের অন্য প্রান্তে অবস্থিত বাসায় গিয়ে বড়দিন উদযাপনের ইচ্ছের কথা প্রকাশ করেছে: | Un dels entrevistats és un noi de quinze anys que parla del distanciament amb la família, l'addicció a les drogues, les incursions a les zones més perilloses de la ciutat per aconseguir droga i del seu desig d'estar “bé” i tornar a casa per passar el Nadal amb la família a l'altra banda de la ciutat: |
8 | দি হাউস, আমাদের এক গৃহহীন ব্যক্তির বাসগৃহে নিয়ে যাচ্ছেঃ এটি একটি ম্যানহোল এর ঢাকনা-এর নীচে এবং বোগাটার কেন্দ্রীয় এলাকার এক সড়কের নীচে ভূগর্ভস্থ বাতিল মালামাল রাখার কক্ষে অবস্থিত। | The House ens porta a la “casa” d'una persona sense llar: sota una boca de clavegueram i en una estació de cablejat subterrani sota els carrers del centre de Bogotà. |
9 | এখানে দারিও আকোস্টার বিছানা, বই, রেডিও, ব্যাটারি চালিত বাতি এবং তার কল্পিত কুকুরের বাসবাস। | Allà, Darío Acosta hi té el llit, els llibres, la ràdio, el llum de piles i el gos imaginari. |
10 | মার্ক, ৯০ এর দশকে গৃহহীন হয়ে পড়ে, সে লস এঞ্জেলসের হলিউডের এক সড়কে বাস করে। সে মাদকে আসক্ত ছিল এবং এখন পর্যটকদের কাছে তার ইগুয়ানার ছবি বিক্রি করে। | En Mark era un sense llar els anys 1990, vivia a Hollywood Boulevard a Los Angeles (Califòrnia), era addicte a les drogues i venia fotografies de la seva iguana als turistes. |
11 | বর্তমানে সে ইনভিজিবল পিপলস প্রজেক্টকে পরিচালিত করে, এর জন্য সে যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন জায়গায় গিয়ে গৃহহীনদের নিজেদের কাহিনী এবং কণ্ঠস্বর তুলে ধরার আহ্বান জনান। | Actualment dirigeix el projecte Invisible People (Gent Invisible), amb el qual recorre els Estats Units i el Canadà demanant als sense llar que expliquin la seva història i lluitant pels seus drets. En una visita al Canadà es va adonar de la connexió entre “els primers” (els aborígens) i la manca d'habitatge. |
12 | কানাডায় এক ভ্রমণের সময় তিনি আদিবাসী এবং গৃহহীনতার মধ্যে এক সর্ম্পক খেয়াল করেন, এবং তিনি এরপর কেবল তাদের কাহিনী সংগ্রহ করার চেষ্টা শুরু করলেন না, বা কেবল দেখালেন না যে, যখন তারা তাদের সংস্কৃতিক সংবেদনশীলতা বজায় রাখার চেষ্টা করে তখন তারা অনন্য এক পরিস্থিতির মুখোমুখি হয়, সেই সাথে তিনি তাদের পরিস্থিতি পরিবর্তনে এক আশার সঞ্চার করলেন। | Llavors, no sols va intentar captar les seves històries i mostrar la situació especial a què s'encaren tot mantenint la sensibilitat cultural, sinó que, a més, esperava poder canviar-ne la situació: L'entrevista següent és amb Dave Ward, director de les relacions aborígens a Homeward Trust Edmonton, organització que persegueix posar fi a la manca d'habitatge a Edmonton (Alberta). |
13 | নীচের সাক্ষাৎকারটি ডেভ ওয়ার্ডের। সে এডমন্ডের, হোমওয়ার্ড ট্রাষ্টের ডিরেক্টর। | És una conversa important perquè en David parla de la cultura aborigen i de les solucions per posar fi a la manca d'habitatge. |
14 | এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। | “Crec que el més important és escoltar. |
15 | ডেভিড, আদিবাসী সংস্কৃতি এবং গৃহহীনদের সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেছে। | Necessitem escoltar la seva cultura i incloure els aborígens en el procés de trobar i implementar solucions.” |
16 | আমার কাছেও মনে হয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে ‘শোনা'। | Una de les entrevistes més sorprenents és la que ofereix l'Alma. |
17 | আমাদের উচিত তাদের সংস্কৃতির কথা শোনা এবং সমাধানের সূত্র আবিষ্কার করা, আর তা প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের আদিবাসী জনতাকে যুক্ত করা উচিত। অন্যতম এক হৃদয় বিদারক সাক্ষাৎকার হচ্ছে আলমার। | És una àvia sense llar a Winnipeg (Manitoba) que ha començat a estudiar a la universitat amb l'esperança que tenir una educació li donarà força i augmentarà les possibilitats de recuperar la seva néta dels serveis socials, perquè serà capaç d'oferir-li una vida millor: |
18 | সে উইনিপেগ এর এক গৃহহীন নানী, যে কিনা কলেজে ভর্তি হয়েছে এই আশায়, শিক্ষা তার ক্ষমতায়নে এবং তার নাতনিকে শিশু রক্ষা বিভাগের কাছ থেকে ফিরে পাবার অধিকার বৃদ্ধিতে সাহায্য করবে, কারণ তখন সে তারা নাতনিকে আরো উন্নত এক জীবন প্রদানে সক্ষম হবে। | |
19 | ইউটিউবের ইনভিজিবল পিপলস চ্যানেলে এ রকম আরো অনেক ভিডিও রয়েছে এবং আপনারা @ইনভিজিবল পিপলসের মাধ্যমে টুইটারে মার্ককে অনুসরণ করতে পারেন। | Hi ha molts vídeos més al canal Invisible People de YouTube i també podeu seguir en Mark per Twitter amb el nom d'usuari @invisiblepeople. |
20 | ইংল্যান্ডের ব্রাডফোর্ড-এ, হোপ হাউজিং, সেই সমস্ত গৃহহীন নাগরিকদের জন্য সুবিধা প্রদান করে, যারা সুবিধা লাভের যোগ্য বলে বিবেচিত হয় না, এদের দেশীর ভাগ এই সুবিধা পায় না কারণ তারা অভিবাসী এবং যাদের কাছে কোন কাগজপত্র নেই এবং তারা বেকার। | A Bradford (Anglaterra), Hope Housing (Habitatge de l'Esperança) ofereix oportunitats a les persones sense llar que no poden demanar ajudes, la majoria perquè són immigrants sense documentació, no tenen feina i han de recórrer a l'ocupació il·legal o a viure al carrer per sobreviure. |
21 | আর এ কারণে অবৈধ বসতি গড়ে অথবা টিকে থাকার জন্য রাস্তায় বসবাস করে। তাদের ভিডিও, দি নট সো প্রমিজড ল্যান্ড-এ, তারা অর্থনৈতিক কারণে যে সমস্ত নাগরিক অভিবাসনের জন্য পাড়ি জমাচ্ছে, তাদের সমস্যার উপর মনোযোগ প্রদান করেছে। | Al vídeo The Not So Promised Land (La terra no tan promesa) se centren en els problemes amb què topen els immigrants econòmics, els qui van arribar dels països d'Europa de l'est al Regne Unit buscant oportunitats de feina i van descobrir que seria molt més complicat que no es pensaven. |
22 | পূর্ব ইউরোপীয় দেশসমূহের যে সমস্ত নাগরিকরা কাজের সন্ধানে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছে, তারা আবিষ্কার করেছে যে, তারা যতটা ভেবেছিল পরিস্থিতি তার চেয়ে কঠিন হয়ে পড়ছে। | |
23 | হোপ হাউজিং তাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, যাতে তাদের আর রাস্তায় থাকতে না হয় এবং যুক্তরাজ্যে তারা যে ‘কাজের' সন্ধানে এসেছিল, তার যেন তা খুঁজে পায়। | |
24 | ডায়মন্ড স্টাইল গর্বের সাথে নিজেকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিসের লিঙ্গ পরিবর্তনকারী নিগ্রো (কালার) নারী হিসেবে বর্ণনা করেছেন। | Hope Housing els dóna un cop de mà perquè no hagin d'estar-se al carrer i els ajuda a trobar allò que havien anat a buscar al Regne Unit: feina. |
25 | তবে সম্প্রতি সে টেক্সাসের হিউস্টনে বাস করছে। সে তার ইউটিউব চ্যানেলে লিঙ্গ, বর্ণ এবং যৌনতার মত অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে। | Diamond Stylz es descriu a si mateixa com una dona orgullosa de ser una transgènere de color d'Indianàpolis (Indiana), però que actualment viu a Houston (Texas). |
26 | এই ভিডিওতে, সে তার গৃহহীন অবস্থায় থাকার অভিজ্ঞতার কথা জানাচ্ছে। | Al seu canal de YouTube tracta molts temes referents al gènere, la raça i la sexualitat. |
27 | সে সময় সে আবিষ্কার করে যে একজন এইচআইভি মুক্ত লিঙ্গ পরিবর্তন কারী হিসেবে, নারী, পুরুষ কিংবা লিঙ্গান্তর কারী এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের জন্য নির্মিত আশ্রয়স্থলে তার আশ্রয় নেবার উপায় নেই। কাজেই এমন কেউ ছিল না, যে তার জন্য হাত বাড়িয়ে দেবে এবং তাকে তার পায়ের উপর দাঁড়াতে সাহায্য করবে, এই সিস্টেম পুরোপুরিভাবে তাকে পৃষ্ঠপ্রদর্শন করেছিল: | En aquest vídeo recorda l'experiència d'estar sense llar i de com va descobrir que, com a dona transgènere sense VIH, no seria acceptada en cap refugi de dones, d'homes o de gent transgènere amb VIH, així que si no hagués tingut ningú que li donés un cop de mà i l'hagués ajudada a aixecar-se, el sistema bàsicament se li hauria girat d'esquena. |