# | ben | cat |
---|
1 | তুরস্ক: নওরোজ উদযাপনকারী কুর্দী – দাঙ্গা পুলিশ সংঘর্ষ অব্যহত | Turquia: la policia antiavalots torna a enfrontar-se amb els kurds que celebren el Nevruz |
2 | কুর্দী জনগণ তুরস্কের জনসংখ্যার শতকরা ২০ ভাগ, প্রায় দুই কোটি, সবচেয়ে বড় জাতিগোষ্ঠী। | Els kurds són l'ètnia més nombrosa de Turquia: són el 20% de la població (més o menys vint milions de persones). |
3 | তারা রাষ্ট্র-আরোপিত বৈষম্য ও মানবাধিকার লংঘনের শিকার। | Han estat víctima de discriminació i els seus drets s'han vist atacats amb el consentiment de l'estat. |
4 | আজ তুরস্কের হাক্কারি প্রদেশের ইউকসেকোভায় কুর্দী জনগণ কুর্দী নববর্ষ- নওরোজ উদযাপনের জন্যে একত্রিত হওয়ার কারণে আক্রান্ত হয়। | Recentment, a Yuksekova, un districte de la província de Hakkari, els kurds van ser atacats quan es van reunir per celebrar el Nevruz, la seva festa del cap d'any. |
5 | আহমেদ তুর্ক নামের এক তুর্কি রাজনীতিবিদকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ব্যাটম্যানে ৩২-বছর-বয়েসী আলাত্তিন ওকান নামে একজন কাঁদানে গ্যাসের খোলের আঘাত পায়। | Un polític kurd, Ahmed Turk, el van haver d'hospitalitzar i Alaatin Okan, de trenta-dos anys, va rebre l'impacte d'un tub de gas lacrimogen a Batman. |
6 | দু'টি বিখ্যাত কুর্দী ওয়েবসাইট নামিয়ে ফেলা হলে তারা সংঘর্ষ সম্পর্কে কোনো আপডেট পাঠাতে পারেনি। | Dues webs kurdes molt visitades van quedar desconnectades a primera hora del matí i no van poder parlar de les topades. |
7 | তাছাড়াও প্রধান ধারার সংবাদ সাইটগুলোও খুব ধীর গতিতে ঘটনাটি কভার করলে, কুর্দী এক্টিভিস্টরা সচেতনতা বাড়াতে সামাজিক মিডিয়ার সাইটগুলো ব্যবহার করেছে। | A més, les principals pàgines informatives han trigat molt a tractar la notícia. Els activistes kurds, de fet, han utilitzat les xarxes socials per difondre els fets. |
8 | বিয়ানেট-এ কর্মরত এক সাংবাদিক ফারুক আরহাম একটি ছবি টুইট করেন। এতে তুর্কী দাঙ্গা পুলিশকে একজন কুর্দী মহিলাকে আক্রমণ করতে দেখা যাচ্ছে। | Faruk Arhan, un periodista de Bianet, va penjar a Twitter una foto que mostra com els antiavalots turcs atacaven una dona kurda. |
9 | ইউকসেকোভা | Yüksekova |
10 | ইয়েকবুন আল্প টুইটারে জানান তুর্কি দাঙ্গা পুলিশ এবং নওরোজ উদযাপন করতে চাওয়া কুর্দীদের সংঘর্ষের মাঝেই কুর্দী এমপিকে গ্রেপ্তার করা হয়। | Yekbun Alp va dir, també a Twitter, que havien arrestat un diputat kurd enmig de les topades entre la policia antiavalots i els kurds que pretenien celebrar el Nevruz: |
11 | @ইয়েকবুনআল্প: এমপি ওজদাল উসার সিজারের একটি পরিবারের অতিথি ছিলেন এবং সে সময় পুলিশ পরিবারটিকে গ্রেপ্তার করে। | @YekburnAlp: el diputat Özdal Ücer era el convidat d'una família a Cizre quan la policia va entrar a la casa i els va arrestar. |
12 | আরেকজন কুর্দী এক্টিভিস্ট এই ছবিটি টুইট করেছেন, যাতে তুর্কী দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে এবং আক্রান্ত না হয়ে কুর্দী নববর্ষটিও পালন করতে না পারায় ক্ষোভ ও হতাশায় কুর্দী যুবকদের পাল্টা পাথর ছুঁড়তে দেখা যাচ্ছে। | Un altre activista kurd va penjar aquesta fotografia a Twitter, on es pot observar com la policia antiavalots llança gas lacrimogen i com els joves kurds responen llançant-los pedres per la ràbia i frustració de no poder ni celebrar el seu cap d'any: |
13 | ছবি: @কুজুলকুর্ত | Foto: @quzzulqurt |
14 | কুর্দীদের নওরোজ উদযাপনে তুর্কি সরকারের বর্বরতায় বিক্ষুব্ধ শত শত কুর্দী এক্টিভিস্টদের একজন সুইডেনের হাওর্তি তোফিক। | Hawri Tofik, de Suècia, es trobava entre els centenars d'activistes kurds enfurismats per la brutalitat que el govern turc va mostrar quan celebraven el Nevruz. |
15 | তিনি টুইট করেছেন: | Va dir a Twitter: |
16 | @ইইরওয়াহ আমি বুঝতে পারিনা কেন নওরোজ উদযাপন করা অপরাধ? | @iirwaH: De debò que no ho entenc. Per què és un crim celebrar el Nevruz? |
17 | আরো কত কুর্দী আহত/নিহত হবে? | Quants kurds més quedaran ferits o morts? |
18 | জিয়ান আজাদী এই ছবিটি টুইটারে পাঠিয়ে জানিয়েছেন, ইউকসেকোভায় হাজার হাজার মানুষ জড়ো হওয়ার পর পুলিশ তাদের আক্রমণ করে: | Jiyan Azadi va pujar aquesta foto a Twitter dient que desenes de milers de persones es van reunir a Yuksekova i que, més tard, la policia antiavalots els va atacar: |
19 | ছবিটি টুইটারে পাঠিয়েছেন @জিয়ানআজাদী | Foto de @jiyanazadi |
20 | ইতোমধ্যে মেলটেমএওয়াই লন্ডন থেকে টুইট করেছেন: | Més tard, Meltem Ay, de Londres, va contestar: |
21 | @জিন_জিয়ান_আজাদী: তুরস্ক কেমন বেআক্কেল! | @jin_iyan_azadi: Que poc intel·ligent el govern de Turquia! |
22 | স্বৈরাচারী ও নিপীড়ন পদ্ধতি শুধু কুর্দী জনগণকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে মাত্র! | Les actuacions dictatorials i opressives només faran que la gent kurda s'uneixi i sigui més forta! |
23 | ইউকসেকোভায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্যে তুর্কি দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস ও জল-কামান ব্যবহার করতে দেখা যাচ্ছে এরকম কয়েকটি ছবি আপলোড করেছে কুর্দী অধিকারের জন্যে জোট। | L'Alliance for Kurdish Rights (Aliança pels Drets dels Kurds) va penjar fotografies que mostraven com la policia antiavalots havia fet servir gas lacrimogen i canons d'aigua per dispersar els manifestats del districte de Yuksekova. |