# | ben | cat |
---|
1 | #ডিজেড ২০১৪, আলজেরিয়ায় প্রতারণা এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে এক হ্যাশট্যাগ | #DZ2014, l'etiqueta contra el frau i la dictadura a Algèria |
2 | [উল্লেখিত লিঙ্ক ছাড়া সকল লিঙ্ক ফরাসী ভাষার] আলজেরিয়া এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে। | Algèria s'afanya a viure unes eleccions presidencials capitals per al seu futur. |
3 | দেশটির ভবিষ্যৎ এখন বিপদের মুখে। ১৭ এপ্রিল-এ এই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। | La jornada electoral és prevista per al 17 d'abril. |
4 | ১৫ বছর ধরে শাসন করার পরও দেশটির রাষ্ট্রপতি আবদেলআজিজ বুতাফ্লিকা আরো একবার উক্ত পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করে চতুর্থ দফা রাষ্ট্রপতি পদে নির্বাচনে দাঁড়িয়েছেন। | Després de quinze anys al poder, Abdelaziz Bouteflika ha anunciat que es tornarà a presentar a un quart mandat al capdavant del règim algerià. |
5 | তার এই ঘোষণাকে মোটেও স্বাগত জানানো হয়নি এবং অনেকে এই রাজনৈতিক উদ্দেশ্যের প্রতি তাদের বিরোধিতা তুলে ধরেছে। | Però aquest quart mandat no és ben vist per tothom i hi ha moltes veus que denuncien aquest projecte polític. |
6 | সোশ্যাল নেটওয়ার্ক ও ওয়েবের মাধ্যমে এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত করা হয়। | A les xarxes socials i al web, la contestació s'organitza. Tot va començar a Facebook. |
7 | আর এর সকল কিছুর শুরু হয়, ২২ ফেব্রুয়ারি তারিখে ফেসবুকে, আলজেরিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজধানীর এক উপকণ্ঠ ও এলাকা বোউজারেহ-তে [ইংরেজী ভাষায়] আলজেরিয়া বিশ্ববিদ্যালয়ের [ইংরেজী ভাষায়] সামনে জড়ো হয়। | Uns quants joves algerians de sectors ben diversos es van aplegar un dissabte al matí davant la Universitat d'Alger [en] a Bouzareah [en], un municipi situat a la rodalia de la capital algeriana. Els seus eslògans expressaven prou clarament la seva ràbia i còlera. |
8 | প্রতিবাদকারীর স্লোগানে তাদের ক্ষোভ এবং রাগ প্রকাশিত হচ্ছিল। | Les seves reivindicacions eren simptomàtiques d'un profund desig de canvi. |
9 | পরিবর্তনের প্রতি তাদের প্রবল ইচ্ছা তাদের দাবীর মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছিল। কিন্তু বিক্ষোভ প্রদর্শন শুরু হতে না হতেই পুলিশ ওই সমস্ত বিক্ষোভকারীদের উপর হামলে পড়ে এবং গ্রেফতার করে। | Però des que van mostrar els seus cartells hostils al règim i a un enèsim mandat d'Abdelaziz Bouteflika al capdavant de l'estat, la policia se'ls va endur directament a comissaria. |
10 | এটি সমাবেশের উপর তৈরী করা একটি ভিডিও: | Aquest vídeo relata aquella concentració: |
11 | এই বিক্ষোভে অংশ নেওয়া এক মহিলা ব্যাখ্যা করছে কেন সে বুতাফ্লিকার চতুর্থ মেয়াদের বিপক্ষে: | Una dona que hi va participar explicava per què estava en contra del quart mandat de Bouteflika: |
12 | এর আগে ২০০৮ সালে, আমরা এটা আদৌও আশা করিনি [তৃতীয়বারের মত রাষ্ট্রপতি পদে বুতাফ্লিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা]। | El 2008 no ens esperàvem pas tot això. Era massa gros tot el que havia passat. |
13 | তখন বিষয়টি বিস্ময়কর ছিল না যে সে সময় ঠিক তাই ঘটেছিল। কিন্তু এবার, এমনকি চতুর্থবারের মত নির্বাচনের ইচ্ছা প্রকাশের ঘোষণা প্রদানের আগে, আমরা তাকে বলতে চেয়েছিলাম থামো। | Aquesta vegada, fins i tot abans que hagués declarat que es presentava a un quart mandat, li volem dir que no! No et volem pas! |
14 | আমরা আর তোমাকে চাই না! | Algèria no és una monarquia. |
15 | আলজেরিয়া একনায়কের দেশ না। | Algèria no és una dictadura. |
16 | এটা এমন একটা দেশ যার ভিত্তি আইনের শাসন, আর আমরা সকলে সেই লক্ষ্যে কাজ করে যেতে চাই। | És un estat de dret i hi hem de treballar tots plegats. |
17 | আমিরা, ইদিয়ার, লেইলা এবং অন্যরা এই বিষয়ে নিশ্চিত ছিল যে বিক্ষোভের সময় পুলিশের সংখ্যা বিক্ষোভকারীদের ছাড়িয়ে যায়। | Hi parlen Amira, Idir, Leila i alguns més [fr]. Estaven al corrent que els policies serien molt més nombrosos que ells en la concentració que volien organitzar. |
18 | তারপরেও তারা সমবেত হতে থাকে। তবে ঘটনাক্রমে, বিষয়টি ঘটুক বা না ঘটুক, তারা একই সাথে প্রমাণ করেছে যে আলজেরিয়ায় যে কোন গণতান্ত্রিক জমায়েত সম্ভব করাকে সামাজিক প্লাটফর্ম-এর মাধ্যমে করতে হবে। | Però inconscientment, o potser conscientment, van comprovar que les xarxes socials són poc vigilades pels aparells de seguretat a Algèria. |
19 | যখন প্রথম ফেসবুকে বিক্ষোভের আহ্বান জানানোর উদ্যোগ গ্রহণ করা হয় [আরবি এবং ফরাসী ভাষায়], তখন কেউ তাদের গুরুত্বের সাথে গ্রহণ করেনি। | També van provar que tota mobilització democràtica ja no és possible a Algèria fora de les xarxes socials. |
20 | কিন্তু তারপর থেকে প্রতিদিন এই আহ্বানের প্রতি সমর্থন ক্রমশ বাড়তে শুরু করে। | La seva crida a Facebook [fr] no es va prendre seriosament al principi. |
21 | তাদের লক্ষ্য ছিল একটাই-৭৭ বছর বয়সী আবদেল আজিজ বুতাফ্লিকাকে চতুর্থ মেয়াদের জন্য না বলা। আলজেরিয়ার এই রাষ্ট্রপতি ১৯৯৯ সাল থেকে দেশটি শাসন করে আসছে। | Però dia a dia, més i més persones van començar a unir-se a aquesta petita comunitat oposada a un quart mandat d'Abdelaziz Bouteflika, de setanta-set anys i el president que ja ha regnat el país des del 1999: és a dir, quinze anys. |
22 | তিনি এমন একজন রাষ্ট্রপতি যে কিনা ক্ষমতায় থাকার উপায় খুঁজছে, যদিও তিনি প্রতিশ্রুতি প্রদান করেছিলেন যে তরুণ নেতৃত্বের হাতে তিনি দেশের শাসন ক্ষমতা হস্তান্তর করবেন। | Un president que encara vol detenir el poder tot i que havia promès de passar el testimoni a la joventut, tal com deia en un discurs el 2012: http://www.youtube.com/watch? |
23 | ঘটনাক্রমে বুতাফ্লিকার আরো পাঁচ বছরের মেয়াদে ক্ষমতায় থাকার উদ্দেশ্যে নির্বাচনে অংশ নেওয়ার বিরোধিতা করে প্রতি সপ্তাহ আলজেরিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ আন্দোলন অনুষ্ঠিত হয়ে আসছে। | v=nPH6iGiMfCc Així es va posar en marxa, doncs, un moviment de contestació que convoca concentracions cada setmana davant les universitat per a mirar d'aturar la reelecció d'Abdelaziz Bouteflika. |
24 | সাইবার একটিভিস্টরা অন্য আরো অনেক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে। | Per a expressar la còlera dels algerians, uns quants cibermilitants han llançat nombroses iniciatives al web algerià. |
25 | কিন্তু দাবীর প্রতি একাত্মতার মত এক চেতনার ক্ষেত্রে, এই সমস্ত প্রচেষ্টা #ডিজেড২০১৪ নামক হ্যাশট্যাগের অধীনে একত্রিত করা হয়েছে। | I per aplegar-les totes i guiar millor l'opinió pública s'ha creat una etiqueta, #DZ2014, que permet de trobar totes les informacions essencials sobre la pròxima elecció presidencial que tindrà lloc el 17 d'abril a Algèria [fr]. |
26 | এই হ্যাশট্যাগের মাধ্যমে নেট নাগরিকরা ফেসবুকের বিপুল সংখ্যাক পাতার সঙ্গে নিজেদের পুনরায় যুক্ত করতে পারবে যা তাদের ১৭ এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া আলজেরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনী সময়সূচী সম্বন্ধে তাজা সংবাদ জানাবে। | Gràcies a l'etiqueta, l'internauta accedeix directament a moltes pàgines de Facebook que difonen cada hora informacions sobre el desenvolupament de les eleccions. Unes informacions que destaquen els tripijocs utilitzats ací i allà per a afavorir el frau o imposar la dictadura als algerians. |
27 | ১,২,৩, উইন রায়া ইয়া সি, ডিজেড উইকিলিকস, এনভয়েস স্পেসুক্স আলজেরিয়ান, আন্টিচিটাডিজেড, আলজেরিয়ে ডিসকাশন, আলজেরিয়া ইলেকশন প্রেসিডেন্টিলে এই সমস্ত পাতা প্রাক নির্বাচনী প্রতারণার অভিযোগের বিরুদ্ধে লড়াই-এর এক মাধ্যমে পরিণত হয়েছে। কিন্তু ফেসবুক এবং টুইটার শুধু নতুন কোন সংবাদ উৎসের চেয়ে বেশী কিছু। | Així, les pàgines de Facebook 1, 2, 3 win rayah ya Si [fr], DZ Wikileaks [fr], Envoyés Spéciaux Algériens [fr], Antichitadz [ar], Algérie Discussion [fr] i Algérie Election Présidentielle [fr], entre més, han esdevingut veritables mitjans socials que escruten el mínim esdeveniment polític i n'analitzen el detall. |
28 | এখানে হাস্যরস এবং ব্যাঙ্গাত্মক কিছুর মাধ্যমে অর্জন করা গতিশীলতাকে বেশ সফল করা সম্ভব। | Però a Facebook i Twitter, no sols es comenta seriosament l'actualitat política. |
29 | যেমন এর তাৎক্ষনিক উদাহরণ, রেডিও ট্রোট্রোইর পাতা-এর ফটো মন্তাজ, ঠাট্টা এবং উপহাস করা ভিডিওর কারণে সত্যিকার অর্থে জনপ্রিয় হয়েছে। | Els activistes miren de mobilitzar l'opinió pública fent riure, també. Per això s'hi han difós fotomuntatges, bromes i vídeos ridiculitzadors. |
30 | এই ছবিটার নকশা করেছে কামেল লাবাইদ, যে যুক্তরাজ্যে বাস করা “আলজেরিয়ার একজন গ্রাফিক্স ডিজাইনার এবং চলচ্চিত্র নির্মাতা”, যা ফেসবুকে গণহারে ছড়িয়ে পড়েছে, তা আলজেরীয় হালকা রসিকতার এক উদাহরণ: | La pàgina de Facebook Radio Trottoir [ar] és de fet un veritable mitjà que s'ha construït sobre aquest model d'informació basada en la ironia i la sàtira, com per exemple aquest fotomuntatge compartit per nombrosos Facebookers: |
31 | এই ব্যঙ্গচিত্রের মানে হচ্ছে: তারা আপনাকে ভোট দিতে বলেছে? | La caricatura diu: ‘Ens demanen que els votem? |
32 | চারটি না-এর মাধ্যমে এর উত্তর প্রদান করুন,চতুর্থ বারের মত ক্ষমতা অর্জন,বংশানুক্রমে ক্ষমতা হস্তান্তর,দূর্নীতি,ডাইনোসর। | Responguem-los amb 4 (no): quart mandat, transmissió hereditària, corrupció, dinosaures.' YouTube també s'ha encès [fr] amb tota aquesta mobilització política. |
33 | চতুর্থ দফা রাষ্ট্রপতি হবার বিরোধিতায় যতটা সম্ভব বিক্ষোভকারী জড় করার ব্যাপারে ইউটিউবের বেশ ভালো ব্যবহার হচ্ছে। | Els seus usuaris no paren de penjar-hi vídeos que s'adrecen als seus dirigents per a reclamar-los comptes i explicacions. |
34 | ইউটিউব ব্যবহারকারীরাও, তাদের নেতাদের কাছে জবাবদিহিতা দাবী করছে। এদের মধ্যে কয়েকজন এমনকি আব্দুল আজিজ বুতাফ্লিকার সাথে সরাসরি কথা বলেছে এবং তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে বলছে। | Uns altres s'adrecen directament a Abdelaziz Bouteflika i li demanen que plegui, com li ho diu ben clarament aquest noi algerià: “Fins i tot els servidors del règim s'oposen a aquest quart mandat que humilia Algèria. |
35 | এই তরুণ আলজেরীয়রা তার কথায় পরাভূত হয়নি: এমনকি এই শাসকের যারা কর্মচারী, তারাও বুতাফ্লিকার এই চতুর্থ দফা নির্বাচনের বিরুদ্ধে যা কিনা আলজেরিয়াকে আঘাত করছে। | Nosaltres també hem de dir no i rebutjar de donar cinc anys més a Bouteflika”, diu en un vídeo difós a YouTube. |
36 | আমরা একই সাথে এই বিষয়টিকে না বলব এবং তাকে আবার পাঁচ বছরের জন্য ক্ষমতায় যাবার বিষয়টি প্রত্যাখান করব। | Alguns col·lectius ciutadans filmen les seves accions de protesta sobre el terreny i sensibilitzen l'opinió pública. |
37 | নাগরিক দলগুলো নিজেদের বিক্ষোভের বিষয়গুলো চলচ্চিত্রায়িত করছে এবং গণমতের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। | Aquests vídeos s'han difós en massa a les xarxes socials. |
38 | সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিওগুলো ব্যাপক ভাবে প্রদর্শন করা হচ্ছে। তাদের এই প্রচারণার বিষয়টি আরো সম্ভব হয়েছে #ডিজে২০১৪ হ্যাশট্যাগের মাধ্যমে। | Una compartició que ha estat possible gràcies a l'etiqueta #DZ2014, principal arma dels militants algerians en la seva lluita contra el frau electoral i la dictadura. |