Sentence alignment for gv-ben-20100515-10707.xml (html) - gv-cat-20100427-104.xml (html)

#bencat
1গ্লোবাল ভয়েসেস-এর লেখকদের জনসংখ্যাতাত্ত্বিক মানচিত্র ২০১০Demografia dels autors de Global Voices el 2010
2গ্লোবাল ভয়েসেস এর লেখক কারা, তারা কি করেন, এবং গ্লোবাল ভয়েসেস-এর ভবিষ্যৎ, সাংবাদিকতা এবং নাগরিক প্রচার মাধ্যম সম্বন্ধে তাদের ধারণা কি?Qui són els autors de Global Voices, quin és el seu origen i què pensen sobre el futur de Global Voices, el periodisme i els mitjans ciutadans?
3ধারাবাহিক এক লেখায় আমরা ২০১০ সালে গ্লোবাল ভয়েসেস পরিচালিত এক জরিপের ফলাফল আপনাদের জানাচ্ছি।En una sèrie d'articles, compartim els resultats de l'Enquesta d'Autors de Global Voices del 2010.
4নাম প্রদান না করেই ১১৬ জন এপ্রিলে অনুষ্ঠিত এই জরিপে অংশ নেয়।Cent setze autors han contestat l'enquesta anònima durant l'abril.
5এদের মধ্যে শতকরা ৮৭ শতাংশ নাগরিক নিজেদের সক্রিয় লেখক হিসেবে চিহ্নিত করেছেন (যাদের অন্তত তিন মাসে একটা পোস্ট প্রকাশিত হয়), বাকী ১৩ শতাংশ ব্যক্তি বর্তমানে এখানে নিজেদের নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত করেছেন।El 87% dels participants es van identificar com a autors (com a mínim un article aquests últims tres mesos), i el 13% restant va indicar que actualment estava inactiu.
6এই পোস্ট গ্লোবাল ভয়েসেস-এর মূল জনসংখ্যার চেহারা কি রকম তা আমাদের সামনে তুলে ধরে।Aquest article dóna un cop d'ull a la composició demogràfica bàsica de Global Voices.
7এটা একটা বিস্ময় হিসেবে আমাদের সামনে দেখা দেয়, যখন আমরা দেখি গ্লোবাল ভয়েসেস-এর সদস্যরা কত বৈচিত্র্যময়।No hauria de sorprendre'ns que siguem un grup de persones molt divers i global.
8কতটা বৈচিত্র্যময়?Però exactament com de divers?
9নিচের লেখায় সেটাই পড়ুন।Continua llegint.
10বয়সEdat
11গ্লোবাল ভয়েসেস এর বাসিন্দাদের বেশিরভাগের বয়স ২৫-৪৪ বছরের মধ্যে (শতকরা ৭৫ শতাংশ)।La majoria de la comunitat de Global Voices té entre 25 anys i 44 (75%).
12এদের মধ্যে শতকরা ৫০ শতাংশ নাগরিকের বয়স ২৫-৩৪ বছর। এখানকার ২৫ শতাংশের বেশি বাসিন্দার বয়স ৩৪-৫৫ বছরের ঊর্ধ্বে।Més del 50% té entre 25 anys i 34, i més del 25% entre 34 i 35.
13গ্লোবাল ভয়েসেস-এর তরুণ জনগোষ্ঠী যাদের বয়স ১৯-২৪ বছরের মধ্যে, তাদের সংখ্যা ১৫ শতাংশ।Els més joves, entre 19 i 24, arriben gairebé al 15%, mentre que gairebé el 10% té 45 anys o més.
14এখানকার প্রায় ১০ শতাংশ ব্যক্তির বয়স ৪৫ বছরের ঊর্ধ্বে।"Quants anys tens?"
15লিঙ্গGènere
16লিঙ্গীয় বিষয়ে গ্লোবাল ভয়েসেস নিরপেক্ষভাবে তার সমতা বজায় রাখতে পেরেছে।A Global Voices hi ha molta igualtat respecte al percentatge d'homes i dones, que és pràcticament de 50/50.
17এখানে নারী পুরুষের অনুপাত ৫০/৫০ শতাংশ।"Quin és el teu sexe?"
18পেশাOcupació
19লেখকেরা স্বেচ্ছায় তাদের মূল্যবান সময় প্রদান করে গ্লোবাল ভয়েসেস-এ লিখে থাকে।
20অনেকে এখানে পুরোদস্তুর পেশাদার লেখক হিসেবে লিখে থাকে (৪০ শতাংশ)।Els autors dediquen força temps a escriure per a Global Voices.
21প্রায় ৩০ শতাংশ ব্যক্তি এটিকে স্বাধীন কাজ (ফ্রিল্যান্স) বা নিজস্ব পেশা (সেল্প এমপ্লয়েড) হিসেবে বিবেচনা করে এখানে কাজ করছে, অন্যদের মধ্যে ১৫ শতাংশ ব্যক্তি নিজেদের ছাত্র হিসেবে পরিচয় প্রদান করেছে।La majoria escriu per a Global Voices simultàniament a feines a temps complet (40%). Cap a un 30% són freelance o autònoms, i un 15% s'identifica com a estudiants.
22এখানকার ক্ষুদ্র একটি অংশ একে খণ্ডকালীন চাকুরি হিসেবে বিবেচনা করছে (১০ শতাংশ), এবং অবশিষ্ট (৫ শতাশ) বেকার/ অবসর গ্রহণ করা ব্যক্তি।Un grup més petit són els treballadors a temps parcial (10%) o persones jubilades o desocupades (5%).
23বৈবাহিক অবস্থাEstat civil
24গ্লোবাল ভয়েসেস-এর অর্ধেক লেখক অবিবাহিত (প্রায় ৫০ শতাংশ) এদের প্রায় অর্ধেক (৪৫ শতাংশ) বিবাহিত বা এদের সঙ্গী বা সঙ্গিনী রয়েছে।Més de la meitat dels autors de Global Voices són solters (més del 50%). Prop de la meitat (45%) són casats o tenen parella.
25এখানকার নাগরিকদের সামান্য অংশের বিবাহ বিচ্ছেদ ঘটেছে (৫ শতাংশ)।I una minoria (5%) estan divorciats. "Quin és el teu estat civil actual?"
26শিক্ষাEducació
27গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের লোকেরা উচ্চশিক্ষিত।La comunitat de Global Voices té una bona educació.
28প্রায় ৮৫ শতাংশের বেশি জন জানিয়েছেন যে তারা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করেছেন।Més del 85% dels enquestats van indicar que havien completat estudis universitaris, i més del 40% té un postgrau o un doctorat.
29এবং ৪০ শতাংশের বেশি ব্যক্তি স্নাতকোত্তর বা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।Alguns indiquen que l'educació més alta que han rebut són alguns anys a la universitat (15%).
30অনেকে জানিয়েছেন যে তারা সর্বোচ্চ শিক্ষা লাভ করেছেন কিছুদিন বিশ্ববিদ্যালয় বা কলেজে কাটিয়ে, (১৫ শতাংশ ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু কোন ডিগ্রি অর্জন না করেই পড়ায় ইতি দেন)।"Quina d'aquestes opcions descriu millor el nivell més alt d'educació que has assolit? (Marca l'equivalent en edat si el certificat educatiu és diferent als que es proposen)"
31আদিবাসOrigen
32৬৫টি ভিন্ন দেশে জন্মগ্রহণকারী বাসিন্দারা এই জরিপে অংশ নিয়েছে এবং তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ।Els enquestats havien nascut en seixanta-cinc països, i estaven dispersats per unes quantes regions.
33আমেরিকার বাসিন্দা (৩৮ শতাংশ) (তথ্য: এদের মধ্যে যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাত্র ৮ শতাংশ) পশ্চিম ইউরোপ (১৫ শতাংশ) মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা (১১ শতাংশ) পূর্ব এশিয়া (১০ শতাংশ) দক্ষিণ এশিয়া (১০ শতাংশ) সাব-সাহারান আফ্রিকা (৬ শতাংশ) পূর্ব ও মধ্য ইউরোপ (৬ শতাংশ) মধ্য এশিয়া ও ককেশাস (২ শতাংশ) ওশেনিয়া অঞ্চল (১ শতাংশ) গ্লোবাল ভয়েসেস-এর সম্প্রদায়ের লোকজন বৈচিত্র্যময় এবং বিশ্ব নাগরিক।Amèrica (38%) (nota: els Estats Units només hi representen un 8% del total) Europa occidental (15%) Nord de l'Àfrica (11%) Àsia oriental (10%) Sud de l'Àsia (10%) Àfrica subsahariana (6%) Europa central i de l'est (6%) Àsia central i Caucas (2%) Oceania (1%) La comunitat de Global Voices és diversa i cosmopolita.
34এখানকার ২০ শতাংশ নাগরিক যে দেশে জন্মগ্রহণ করেছে, তাদের বাবা অথবা মায়ের মধ্যে একজন অন্তত অন্য দেশে জন্মগ্রহণ করেছে এবং ১৩ শতাংশ ব্যক্তি বলছে যে, তাদের অন্তত দু'টি ভিন্ন দেশের নাগরিকত্ব রয়েছে।Gairebé el 20% dels membres tenen com a mínim un progenitor que ha nascut en un país diferent del seu, i el 13% va dir que tenia la nacionalitat de més d'un país.
35জরিপে অংশ নেওয়া ৩০ শতাংশে ব্যক্তি জানাচ্ছে, তারা যে দেশে বাস করছে, তাদের জন্ম সে দেশে নয়।Gairebé el 30% dels enquestats viuen actualment en un país diferent d'on van néixer.
36বাসস্থানLocalització
37৫৮ টি দেশের উপর ভিত্তি করে বর্তমান লেখকদের উপর জরিপ পরিচালিত করা হয়, যারা এখন বিভিন্ন মহাদেশে ছড়িয়ে রয়েছে।Els autors enquestats es troben actualment en cinquanta-vuit països, escampats per molts continents.
38আমেরিকা (৪২ শতাংশ) নাগরিকের বাস [বিশেষ তথ্য: মোট লেখকদের মাত্র ১৬ শতাংশ যুক্তরাষ্ট্রে বাস করে] পশ্চিম ইউরোপ [১৭ শতাংশ] পূর্ব এশিয়া [১১ শতাংশ] মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (৬ শতাংশ) দক্ষিণ এশিয়া (৬ শতাংশ) পূর্ব ও মধ্য ইউরোপ (৬ শতাংশ) ওশেনিয়া (৩ শতাংশ) মধ্য এশিয়া ও ককেশাস (১ শতাংশ)Amèrica (42%) (nota: els Estats Units hi representen només el 16% del total) Europa occidental (17%) Àsia oriental (11%) Nord de l'Àfrica (8%) Sud de l'Àsia (6%) Àfrica subsahariana (6%) Europa central i de l'est (6%) Oceania (3%) Àsia central i Caucas (1%)
39জরিপে অংশ নেওয়া অর্ধেক ব্যক্তি জানাচ্ছে যে তারা কেবলমাত্র একটি দেশেই বাসবাস করে আসছেন। অন্যদিকে বাকীরা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দেশে বাস করছেন।Més o menys la meitat dels enquestats van indicar que només havien viscut en un país, i l'altra meitat havia viscut en uns quants països.
40গড় উত্তরদাতাদের অনেকই অন্তত দু'টি দেশে বাস করেছেন। উত্তরদাতাদের মধ্যে এমন অনেকে রয়েছেন, যারা ছয়, সাত, এমনকি আটটি দেশে বাস করেছেন।De mitjana, els enquestats han viscut com a mínim en dos països, amb alguns membres que han viscut en sis països, set o fins i tot vuit.
41ভাষা গ্লোবাল ভয়েসেস এর লেখকরা গড়ে তিনটি ভাষায় কথা বলতে পারে।Llengua Els autors de la comunitat de Global Voices parlen de mitjana tres llengües.
42এদের বেশিরভাগ (৭০ শতাংশ) ইংরেজী ভাষায় পড়ালেখা করে বড় হননি।La majoria (70%) no es van criar en anglès.
43এখানকার বেশিরভাগ বাসিন্দা প্রায়শ বা প্রায় সব সময় ইংরেজী নয়, ভিন্ন ভাষায় কথা বলেন (৮৩ শতাংশ)। এদের অনেকে মাঝে মাঝে মাতৃভাষা ব্যতিত অন্য ভাষায় কথা বলেন (৭ শতাংশ) এবং অন্যরা খুব কম বা কখনোই অন্য ভাষায় কথা বলেন না (১০ শতাংশ)।La majoria parla un altre idioma que no és l'anglès sovint o molt sovint (83%), alguns parlen un altre idioma de vegades (7%), i encara uns altres gairebé mai o mai no el parlen (10%).
44কম্পিউটার এবং সবশেষে সত্যিকারের প্রযুক্তিবিদদের (যারা উন্মাদের মত কম্পিউটারে কাজ করে থাকে) সবাই যা জানতে চায়: গ্লোবাল ভয়েসেস এর লেখকদের পিসি পছন্দ করার হার (৪১ শতাংশ), যা ম্যাক ব্যবহারকারীদের চেয়ে (৩৫ শতাংশ) সামান্য বেশি।Ordinador I, finalment, el que tot geek autèntic vol saber: els autors de Global Voices prefereixen lleugerament els PC (41%) respecte dels Macintosh (35%), amb alguns que opten per Linux/Unix (10%) o un altre sistema operatiu (3%).
45অনেকে লিনাক্স/ইউনিক্স (১০ শতাংশ) ব্যবহার করছে অথবা অন্য কোন অপারেটিং সিস্টেম (৩ শতাংশ)।Alguns no tenen cap preferència en aquesta qüestió (11%).
46সামান্য কয়েকজন রয়েছে যাদের এ ব্যাপারে কোন বিশেষ পছন্দ নেই (১১ শতাংশ)।"Prefereixes Mac, PC o Linux/Unix?"