Sentence alignment for gv-ben-20130130-34942.xml (html) - gv-cat-20130128-3989.xml (html)

#bencat
1স্পেন: একটি বিমানবিহীন বিমানবন্দর?Els tuitaires inventen usos per a l'aeroport sense avions de Castelló
2আকাশে দুর্ঘটনা অথবা কর্মীদের ধর্মঘটের কারণে সেগুলোকে প্রচারপত্রের আস্তাকুঁড় বানিয়ে ফেলা ছাড়া খুব কম সময়েই বিমানবন্দর গুরুত্বপূর্ণ কোন সংবাদ সৃষ্টি করে।Poques vegades els aeroports són protagonistes de les notícies, si no és per algun desastre aeri o perquè les vagues del seu personal els converteixen en un purgatori per als usuaris.
3তবে স্পেনের নিজস্ব তারকা সম্বলিত একটি বিমানবন্দর চালুর শুরু থেকেই ছাপা এবং অনলাইন উভয় মাধ্যমেই শিরোনাম তৈরী করছে: যা হচ্ছে ক্যাস্তেইয়ন বিমানবন্দর [স্প্যানিশ ভাষায়]।Però Espanya té un aeroport amb estrella pròpia, que des de la seua inauguració ha fet córrer rius de tinta líquida i electrònica: l'aeroport de Castelló. L'aeroport de Castelló al capvespre.
4Foto del bloc #La Campana de la Vela
5বিগত দশকে অর্থনৈতিক সংকটের শুরু থেকে আরো অনেক অবাস্তব সরকারী নির্মাণের মতো ভেবে নিয়ে এই বিমানবন্দরটি ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করেছেন [স্প্যানিশ ভাষায়] ক্যাস্তেইয়ন কাউন্সিলের তৎকালীন সভাপতি কার্লোস ফ্যাব্রা। ঘটনাটি ছিল পৌর নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ২০১১ সালের মার্চ মাসে, স্থাপনাটির নির্ধারিত কোনো ফ্লাইট না থাকা সত্ত্বেও।Aquest aeroport es va gestar, com tantes altres obres públiques absurdes, en la dècada prèvia al començament de la crisi, i va ser inaugurat a so de bombo y plateretsper l'aleshores President de la Diputació de Castelló, Carlos Fabra, al març del 2011, unes setmanes abans de les eleccions municipals, tot i que les instal·lacions no tenien vols programats.
6বাস্তবে তাদের এমনকি এয়ার নেভিগেশনের কোন অনুমতিও ছিল না।De fet, ni tan sols tenien permís de navegació aèria.
7জেনেরালিতাত ভেলেন্সিয়ানার সময়কালীন সভাপতি ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত [স্প্যানিশ ভাষায়] হয়ে বরখাস্ত হওয়া ফ্রান্সিসকো ক্যাম্পসহ ১,৫০০ লোক উপস্থিত ছিল।A l'acte hi van assistir 1.500 persones, entre elles Francisco Camps, president de la Generalitat Valenciana en aquella època, que va deixar el càrrec quan va ser imputat per suborn d'autoritat.
8উদ্বোধনীটির চূড়ান্ত রকমের কিছু অদ্ভুত মুহুর্ত লা সেক্সতা'র স্থূল অনুষ্ঠান এল ইন্তারমেদিও [স্প্যানিশ ভাষায়] থেকে এই মজার ভিডিওটিতে ধারণ করা হয়েছে।La inauguració va tenir alguns moments al caire del ridícul que recull aquest divertit vídeo de El Intermedio, el càustic programa de «laSexta».
9এই বিমানবন্দরকে ঘিরে থাকা ছাইপাঁশের তালিকা যুক্ত হয়েছে নির্মাণের একটি ত্রুটি [স্প্যানিশ ভাষায়] যা নিষ্ক্রিয় করেছে চালু করার আগেই রানওয়ে এবং অবতরণ ভূ-খণ্ডটিকে। এছাড়াও প্রবেশপথের গোলচক্করে ৩লক্ষ ইউরো (প্রায় ৩কোটি ২০লক্ষ বাংলাদেশী টাকা) খরচ করে - শিল্পীর মতে, ফ্যাব্রাকে শ্রদ্ধা জানিয়ে - যে মারাত্মকভাবে বিশাল একটি ভাস্কর্য নির্মাণ [স্প্যানিশ ভাষায়] করা হয়েছে তা এলাকার আর্দ্রতা সহ্য করতে পারেনি।A la llista de despropòsits que envolten aquest aeroport cal afegir-hi un error en la construcció que inutilitza la pista d'envol i aterratge i obliga a reformar-la abans de la seva estrena, i la construcció d'una escultura faraònica -homenatge a Fabra, segons l'autor- a la rotonda d'accés, que ha costat 300.000 € i que no ha suportat la humitat de la zona.
10ক্যাস্তেইয়ন বিমানবন্দর। #লাকাম্পানাদেলাভেলা ব্লগ থেকে নেওয়া।Taques d'òxid a l'estàtua que presideix l'entrada a l'aeroport.
11বিমানবন্দর, কর্মক্ষম না হলেও বার্ষিক খরচ যথেষ্ট, এলপ্লুরাল.Foto del bloc Hits Book.
12কম এর এই নিবন্ধটি [স্প্যানিশ ভাষায়] সেটা ভেঙ্গে ভেঙ্গে দেখিয়েছে: বিমানবন্দরের প্রবেশদ্বারে রাজত্ব করা মূর্তিতে অক্সিডাইজড দাগ।L'aeroport, tot i que no està operatiu, té unes despeses anuals considerables, com desglossa aquest article de elplural.com:
13ছবি হিটস বুক ব্লগ থেকে নেওয়া। এরোকাস [বিমানবন্দর ব্যবস্থাপনাকারী সরকারী সমিতি] সাধারণ পরিচালক হুয়ান গার্সিয়া সালাস ২০১১ সালে ৮৮,১০৪ ইউরো দাবি করেছে ২০১০ সালের দাবিকৃত ৮৪,২০০ ইউরো ব্যবসার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি। (…)Juan García Salas, director general d'Aerocas [la societat pública que gestiona l'aeroport], va cobrar l'any 2011 88.104 euros, una quantitat bastant superior als 84.200 euros bruts que va guanyar el 2010. (…)
14এছাড়া আরও আছে।Encara n'hi ha més.
15২০১১ সালে ক্যাস্তেইয়ন বিমানবন্দরের মোট পরিচালন ব্যয়ের পরিমাণ হয়েছে ৬৪,৮৪,৯৩৫ ইউরো (প্রায় ৬৯কোটি ২১লক্ষ টাকা) যার ৫০,৯২,৫৯৬.Les despeses d'explotació de l'aeroport de Castelló van ascendir el 2011 a un total de 6.484.935 euros.
16২২ ইউরো (প্রায় ৫৪কোটি ৩৫ লক্ষ টাকা) ব্যয় হয়েছে প্রচার, প্রচারণা এবং জনসংযোগের একাংশের জন্যে অর্থাৎ কিনা ৭৮% এর বেশি।D'aquest total, 5.092.596,22 euros es van gastar en l'apartat de publicitat, propaganda i relacions públiques; és a dir, més del 78%.
17বাকি অংশের অন্যান্য হিসাবের মধ্যে ৯,১৮,৬৬৩ ইউরো খরচ হয়েছে স্বাধীন পেশাদারী পরিষেবার জন্যে; ৩,৬৮,৮৬৫. ৪৯ ইউরো এর সাত কর্মচারীর বেতন বাবদ; ২,২৩,০৭৪ ইউরোর অন্যান্য প্রতিষ্ঠানের করা কাজ বাবদ; ১,২৯,৪৩০ অন্যান্য পরিষেবার জন্যে; ২৩,৪১২ ইজারা ও রয়ালটি বাবদ; ২৩,০০৬ ব্যাংক পরিষেবা বা অনুরূপ কাজের হিসেবে।De la resta, 918.663 euros van anar a parar a serveis professionals independents; 368.865,49 euros als salaris dels set treballadors; 223.074 euros a treballs realitzats per altres empreses; 129.430 a altres serveis; 23.412 a arrendaments i cànons i 23.006 a serveis bancaris o similars, entre d'altres apunts.
18এই বিমানবন্দরের প্রধান প্ররোচক এবং পিপলস পার্টির রাজনীতিবিদ কার্লোস ফ্যাব্রা'র [স্প্যানিশ ভাষায়] পরিবারের ক্যাস্তেইয়নে একটি দীর্ঘ রাজনৈতিক উত্তরাধিকার রয়েছে।Carlos Fabra, principal promotor d'aquest aeroport i polític del Partit Popular, pertany a una família de llarga tradició política a Castelló.
19তিনি ১৯৯৫ থেকে ২০১১ সাল পর্যন্ত এই প্রদেশের কাউন্সিলের সভাপতি ছিলেন এবং ২০১০ সালে ঘুষ গ্রহণ এবং বাজার প্রভাবিতকরণের অপরাধে অভিযুক্ত হয়ে তিনি এই পদ ছাড়েন।Va ser president de la diputació d'aquesta província del 1995 al 2011, càrrec que va deixar després de ser imputat per delictes de suborn i tràfic d'influències l'any 2010.
20এছাড়াও তিনি কয়েক মাস আগে রাষ্ট্রপতি রাজয় বেকারত্ব ভাতায় নতুন কর্তন ঘোষণা করার পর কংগ্রেসে “ওদের গুষ্টি মারি!” বলে চিৎকার করে কুখ্যাত হওয়া পিপল'স পার্টির সাংসদ আন্দ্রে ফ্যাব্রার পিতা।És també el pare d'Andrea Fabra, diputada del PP que es va fer malauradament cèlebre fa uns mesos en cridar al Congrés «¡Que se jodan!» quan el president Rajoy anunciava noves retallades en les prestacions als aturats.
21কয়েক দিন আগে এরোকাসের সভাপতিত্ব করা ফ্যাব্রা নিজে ঘোষণা করেছেন যে একটি মূলধন ব্যবসায়ী গোষ্ঠী ২০কোটি ইউরোর বিনিময়ে ক্যাস্তেইয়ন বিমানবন্দর ক্রয়ের [স্প্যানিশ ভাষায়] একটি প্রস্তাব দিয়েছে।Inauguració de l'aeroport de Castelló, amb l'assistència de 1500 persones i la plana major del govern valencià. Foto del bloc La Mesa De Luz
22এর কর্মক্ষমতা কোন প্রকারে লাভজনকের কাছাকাছি না হওয়ার মতো [স্প্যানিশ ভাষায়] হলেও এবং এর এতো রক্ষণাবেক্ষণ খরচ সত্ত্বেও এরোকাস ব্যবস্থাপকেরা একে সেটা করাতে চাচ্ছে, এটা (অবশ্যই) ভাল খবর। তারপরেও সংবাদটি অনেক মানুষকে বিস্মিত করেছে।Fa uns dies, el mateix Fabra, que ara presideix Aerocas, va anunciar que un grup empresarial de capital risc ha fet una oferta per a comprar l'aeroport de Castelló per 200 milions d'euros.
23যেহেতু দৃশ্যতঃ বিমানবন্দরটি একটি সম্পূর্ণ অকেজো অবকাঠামো। আর তাই বিস্ময়ের ব্যাপার কোন ব্যক্তি কেন এটা নিতে চায়।L'operació, tot i que no és ni molt menys tan avantatjosa com la presenten els gestors d'Aerocas, no deixa de ser una bona notícia, posat el cost de manteniment de les instal·lacions.
24যেমন টুইটার #নুয়েভোস ইউসোস এয়রোপোর্তো দে ক্যাস্তেইয়ন [স্প্যানিশ ভাষায়] (#ক্যাস্তেইয়নবিমানবন্দরেরনতুনব্যবহার) হ্যাশট্যাগ তৈরি করেছে, যেটা ১০ই জানুয়ারী তারিখে একটি বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে এবং নেটনাগরিকরা খুবই উদ্ভাবনী ধারণার নিয়ে হাজির হতে শুরু করেছে।Tanmateix, la notícia ha sorprès a molta gent, ja que aparentment l'aeroport és una infraestructura completament inútil, i cal preguntar-se per a què voldria ningú fer-se'n càrrec. Per això, a tuiter es van llançar les etiquetes #UsosAeroportCastelló i #NuevosUsosAeropuertoDeCastellón [es], que va arribar a ser tema del moment el 10 de gener.
25এইরিয়াহ_উধেন [স্প্যানিশ ভাষায়] এবং ইভা [স্প্যানিশ ভাষায়] খেলাধূলার পক্ষে লিখেছেন:Els internautes els van omplir d'idees molt noves, priginals i iròniques.
26@এইরিয়াহ: চ্যাম্পিয়ানস লীগের পিচের জন্যে অসামান্য মানের জায়গাEiryah Udhen i Eva es decanten per l'esport:
27@এভিতালুনেরা: (এখানে) ৭ই জুলাইয়ের পর, সান ফারমিন উৎসব (হতে পারে)@Eiryah: Recinte de qualitat extraordinària per realitzar la Champions League de petanca
28মারিনা সেগোভিয়া [স্প্যানিশ ভাষায়] এবং ডেভিড আন্তোনিও টমিকো [স্প্যানিশ ভাষায়] বেশি পক্ষাবলম্বন করেছেন শিল্পের:@evitalunera: A partir del 7 de juliol, els encierros de San Fermín Marina Segovia i David Antonio Tomico són més partidaris de l'art:
29@মারিনুক্সি_৯৪: বিমানবন্দরের প্রতিকৃতির ভাস্করদের একটি স্কুল@marinuxy_94: una escola d'escultors de figures d'aeroports
30@ডিতোমিকো: একাকীত্বের প্রতি শ্রদ্ধার সৌধস্বরূপ@DTomico: Monument homenatge a la soledat
31হোসে মেলচোর ভালেরো [স্প্যানিশ ভাষায়] এবং ম্যাগনেস [স্প্যানিশ ভাষায়] একে রাত্রিকালীন জীবনের প্রতি উৎসর্গ করার পক্ষে:Jose melchor valero i Magnes estan a favor de dedicar-lo a la vida nocturna:
32@হোসেমেলচোর১: প্রদেশের সরকারী ব্যাখ্যাদানকারী@josemelchor1: Botellòdrom oficial de la Província
33@ভালনিক্স: গাঁজাখোরী গুহা।@ValNyx: Fumador de marihuana.
34অন্ততঃ কেউ সেখানে উড়বে আআআআহাহাহহাহহাহAlmenys que hi voli algú” AAAAJAJJAJAJAJ
35মঙ্গল গ্রহে ক্যাস্তেইয়ন বিমানবন্দরের চেয়ে বেশি আকাশযান।Mart amb més tràfic aeri que l'aeroport de Castelló.
36ছবি কয়ান্তা রাজন থেকে।Imatge de Cuánta Razón.
37হ্যাভিয়ে এতারি [স্প্যানিশ ভাষায়], তানিয়া জি [স্প্যানিশ ভাষায়] এবং এলনিনজাদেলাসগালেতাস [স্প্যানিশ ভাষায়] একে বন্যপ্রাণীর জন্যে নির্বাচিত করেছেন:
38@ইয়েতারি: প্রত্যেক প্রদেশে একটি করে!Javier Etxarri, Tanya G i ElNinjaDeLasGalletas es decanten per la fauna:
39পুণঃটুইট “@কুইকেপেইনাদো: জুরাপ্তো, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বন্দি করে লালন-পালনের একটি স্থান”@jetxarri: Un a cada província! RT”@quiquepeinado: Zoorrupte, un lloc per a criar corruptes en captivitat”
40@তানিগোমেজ: শামুকের ঘর@TanyGomez: Cargolòdrom
41@চিনোবি_নিনজা: বিমান নেই বলে কী আর করা, অনুপস্থিতিতে, আমরা দশাসই আকৃতির অ্যাংরি বার্ড স্থাপন করেছি?@Chinobi_Ninja: i si a falta d'avions muntem un Angry Birds a escala real?
42তারা শূকর আর তাই আমরা তাদের (ঢিল ছূঁড়ে মারার) লক্ষ্যবস্তু বানাবো…Serà por porcs per encertar… Gorka Zumalabe i ManuMillán posen el punt sarcàstic:
43গোর্কা জুমালাবে [স্প্যানিশ ভাষায়] এবং মানুমিলান [স্প্যানিশ ভাষায়] একটি ব্যঙ্গাত্মক দিক তুলে ধরেছেন:
44@তর্মেন্তাদ: আর বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম অসাড় করে দেওয়া?@tormentad: I paralitzar l'activitat normal de l'aeroport? que esteu bojos?
45আপনি কী উন্মাদ? XD XDXD XD
46@মানু_মিলান: বস্তা-পুটলির গোরস্থান।@Manu_Millan: cementiri de maletes
47এদের সবার মধ্যে সবচেয়ে বিপ্লবাত্মক ধারণা ডিকুইয়র্না [স্প্যানিশ ভাষায়] এর:DiQuijorna té la idea més revolucionària:
48@ইয়োর্দিদিয়াজ৭১: বিমানবন্দরটি আসলে আমাদের ব্যবহার করতে পারার মতো একটি জিনিস, যা মনে হচ্ছে শেষ পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো না।@JordiDiaz71: Podria utilitzar-se d'aeroport, que és de l'única cosa que sembla que al final no s'utilitzarà