# | ben | cat |
---|
1 | মিসরের শিশুদের মাঝে অন্য শিশুকে “হত্যার” মানসিকতা তৈরি করেছে আইএসআইএস ভিডিও | Nens que juguen a imitar les execucions de l'Estat Islàmic a Egipte |
2 | কায়রো শহরের মাহাল্লাতে শিশুরা আইএসআইএস এর ভূমিকা পালন করছে এবং অন্য শিশুদের আইএসআইএস ভঙ্গিতে “হত্যা” করছে। | Uns nens a Mahalla, el Caire, jugant a imitar els assassinats del grup Estat Islàmic i fent veure que “sacrifiquen” a un altre nen, tal com ho fa l'EI. |
3 | টুইটারে @শোকেইরের শেয়ার করা একটি ভিডিও থেকে নেয়া ছবি। | Captura de pantalla del vídeo compartit per @Shokeir a Twitter. Cares difuminades per Global Voices. |
4 | মিসরের এল মাহাল্লা এল কুবরা অঞ্চলের শিশুদের একটি ভিডিও টেপ তৈরি করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কাঠের লাঠি দিয়ে খেলার সময় একটি শিশু অন্য শিশুকে আইএসআইএস ভঙ্গিতে “হত্যা” করছে। | Un grup de nens de la ciutat d'El Mahalla El Kubra, a Egipte, han estat gravats mentre jugaven a “sacrificar” un altre nen amb pals de fusta, imitant al grup terrorista Estat Islàmic (també conegut com ISIS per les seves sigles en anglès). |
5 | ভয়ঙ্কর এসব ভিডিও শেয়ার করার “প্রশংসনীয় গুণ” নিয়ে উত্তরের চেয়ে অনেক গুণ বেশি প্রশ্ন উঠেছে। | El vídeo planteja més preguntes que respostes sobre la “idoneïtat” de compartir els macabres vídeos que detallen els crims del grup terrorista, especialment amb els nens. |
6 | এসব ভিডিওতে সন্ত্রাসী গ্রুপের অপরাধগুলোর বর্ননা দেয়া হচ্ছে, বিশেষকরে শিশুদের সাথে। আল কায়েদা থেকে বেরিয়ে আসা একটি শাখা হচ্ছে আইএসআইএস। | L'EI, que va sorgir com una ramificació d'Al-Qaida i ara controla gran part del territori de l'Iraq i Síria, mostra amb orgull la publicació de vídeos en els quals es veu la decapitació dels seus ostatges. |
7 | ইরাক এবং সিরিয়ার বৃহত্তর একটি অংশ দলটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এটি মানসম্মত ভিডিও তৈরিতে বেশ পারদর্শী। | Malgrat la persecució que es porta a terme per esborrar qualsevol propaganda gràfica en línia d'aquest tipus, encara es comparteixen molts vídeos a la xarxa, sense importar els danys que puguin causar als qui els visualitzin. |
8 | ভিডিওগুলোতে দেখানো হয়, কি করে দলটির হাতে বন্দীদের শিরশ্ছেদ করা হয়। | |
9 | তাদের গ্রাফিক মতবাদ অনলাইন থেকে সরিয়ে নিতে ইঁদুর বিড়াল ধাওয়া খেলা সত্ত্বেও অনেকেই দলটির ভিডিওগুলো এখনও শেয়ার করে যাচ্ছেন। | El vídeo de El Mahalla El Kubra podria haver-se fet després que el grup militant ‘EI a Líbia' decapités 21 cristians coptes egipcis que havien sigut segrestats a Líbia un mes abans. |
10 | এল মাহালা এল কুবরা ভিডিওটি “লিবিয়াতে আইএসআইএস” জঙ্গি দলটি ২১ জন মিসরীয় প্রচলিত খ্রিস্টান ধর্মের অনুসারী কর্মীকে শিরশ্ছেদ করার পর হয়তোবা তৈরি করা হয়েছে। | |
11 | এসব কর্মীকে লিবিয়াতে হত্যার প্রায় এক মাসেরও বেশি সময় আগে অপহরণ করা হয়েছিল। | |
12 | সন্ত্রাসীরা গত ১৫ ফেব্রুয়ারি তারিখে একটি বিভীষিকাময় এবং রক্তাক্ত ভিডিও ইউটিউবে পোস্ট করেছে। ভিডিওটিতে জিম্মিদের শিরশ্ছেদ করা দেখানো হয়েছে। | El 15 de febrer, els terroristes van penjar a YouTube un macabre i sanguinari vídeo que mostrava la decapitació dels ostatges, fet que va provocar una protesta airada a Egipte, amb bombardejos en territori de l'EI a Líbia inclosos. |
13 | এটি মিসরে তুমুল আলোড়ন সৃষ্টি করে। | |
14 | লিবিয়াতে আইএসআইএস এর বোমা বিস্ফোরণসহ বেশ কিছু ভিডিও দেখানো হয়েছে। এল মাহাল্লা আল কুবরা মিসরের শিল্প প্রধান এবং কৃষি প্রধান একটি শহর। | El Mahalla al Kubra és una ciutat industrial i agrícola d'Egipte que es troba al centre del delta del Nil, a la riba occidental de la branca de Damietta, y hi viuen prop de mig milió de persones. |
15 | শহরটি নীল নদ বদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে দামিয়েত্তা শাখার পশ্চীম তীরে অবস্থিত। এ শহরে প্রায় পাঁচ লক্ষ লোকের বসবাস। | El bloguer egipci Shokeir va tuitejar un fotograma del vídeo als seus 44.100 seguidors que mostra als nens “jugant a ser EI”, amb la simple observació: |
16 | মিসরীয় ব্লগার শোকেইর তাঁর ৪৪১০ জন অনুসারীর উদ্দেশ্যে খুব সাধারন একটি মন্তব্য সহকারে ভিডিওটির একটি ছবি টুইট করেছেন। | |
17 | ছবিটিতে শিশুদের “আইএসআইএস” খেলা করতে দেখা যাচ্ছেঃ | |
18 | মাহাল্লাতে শিশুরা (আইএসআইএস)… খেলছে। | Nens jugant a Mahalla… (EI) |
19 | তাঁর টুইটটি ইতোমধ্যে ১৫০ বার পুনরায় টুইট করা হয়েছে এবং এখনও চলছে। | El tuit ha estat retuitejat més de 150 vegades i encara està actiu. |
20 | তামের আবদো আমিন একটি ভিডিও আপলোড করেছেন। ফেসবুকে মন্তব্য সহ ভিডিওটি ৮৬০০ বার দেখা হয়েছেঃ | Tamer Abdo Amin va pujar el vídeo, que s'ha vist 86 mil vegades a Facebook, amb el comentari: |
21 | Post by Tamer Abdo Amin. এটি দেখুন! | Publicació de Tamer Abdo Amin. |
22 | আল মাহাল্লা আল কুবরাতে আইএসআইএস এর ভিডিওর এমনই এক প্রভাব শিশুদের উপর পরেছে। | Mireu això, aquest és l'impacte de l'EI sobre els nens d'Al Mahalla Al Kubra. |
23 | মিসরে শিশুদের আইএসআইএস খেলার মূহূর্তটি ভিডিওতে দেখা যাচ্ছে। | Aquest moment en què els nens juguen a ser EI a Egipte. |
24 | ভিডিওতে শিশুটি তাঁর “লোককে” অর্থাৎ অন্য আরেকটি শিশুকে হত্যা করতে নির্দেশ দেয়ার আগে আইএসআইএস কে যোদ্ধা হিসেবে বর্ননা করেছে। | El nen del vídeo descriu l'EI com a combatents sense lleialtat a cap religió o nació, abans d'ordenar els seus “homes” que matin els altres nens. |
25 | এমন যোদ্ধা যারা কোন ধর্ম অথবা জাতির প্রতি আনুগত্য প্রকাশ করে না। | |
26 | শিশুটি বলেছেঃ | Diu: |
27 | আমাদের কোন ধর্ম বা জাতি নেই। | No tenim cap religió o nació. |
28 | আমরা শিশু, নারী এবং বৃদ্ধদের শিরশ্ছেদ করি। | |
29 | আমরা নিচের কাজটি করার সিদ্ধান্ত নিয়েছিঃ (অশ্রাব্য) শহরের সকল তরুণকে শিরশ্ছেদ করার সিদ্ধান্ত। | |
30 | এরপর হায় মানুষ, শিরশ্ছেদ করা হল! | Matem nens, dones i ancians. |
31 | মিসরীয় সাংবাদিক মুহাম্মাদ এল দাহশান এখনও ফেসবুকে সেই সূত্র ধরে রেখেছেন। | Hem decidit el següent: matar tots els joves de la ciutat de (inaudible). Matem-los tots! |
32 | তিনি সেই সময়ের স্মৃতিচারণ করেছেন যখন শিশুরা কেবলই … শিশু ছিলঃ | També a Facebook, el periodista egipci Mohamed El Dahshan reprèn el fil, recordant aquells temps quan els nens eren només nens: |
33 | একটা সময় ছিল যখন মিসরের শিশুরা আর সব জায়গার শিশুদের মতোই ছিল। | Hi havia una època en què els nens d'Egipte, com tots els nens, jugaven a ser policies i lladres. |
34 | তারা চোর পুলিশ খেলত। | I els policies guanyaven sempre. |
35 | আর শেষ পর্যন্ত পুলিশরা জয়ী হত। | I això em feia content. |
36 | আর তা দেখে আমি হাসতাম। | L'ordre natural de les coses, suposo. |
37 | আমি ভেবে নিতাম এটাই স্বাভাবিক। | Després del 2011, he vist nens jugant a policies i manifestants. |
38 | তবে ২০১১ সালের পর আমি দেখলাম বাচ্চারা পুলিশ এবং প্রতিবাদকারী সেজে খেলা করত। | |
39 | আর তাদের খেলায় একজন পুলিশ প্রতিবাদকারীদের একজনকে হত্যা (আপনারা জানেন, সংরক্ষিত আসন) করত। | I un podia “matar” (bé, ja saps, bang bang bang) un dels manifestants, que desprès es rebel·lava i perseguia al poli-nen. |
40 | এরপর কে বিদ্রোহ করবে এবং পুলিশ সেজে খেলা করা শিশুটিকে ধাওয়া করবে। আর তা দেখে আমি হাসতাম - কারন এটা বেশ মজার ছিল। | I em feia somriure - perquè era divertit, però alhora era trist, perquè els nens no haurien d'haver contemplat la sola idea de la brutalitat policial. |
41 | তবে এটা কোন অংশে কম দুঃখেরও ছিল না। | Aquesta nit he vist un vídeo de nens jugant a ser ISIS. |
42 | কারন শিশুরা কেবলমাত্র পুলিশের নৃশংসতা নিবিড়ভাবে অবলোকন করবে তা উচিৎ নয়। আজ রাতে আমি শিশুদের সেই দায়েশ খেলার ভিডিওটি দেখলাম। | Primer un nen fa un discurs (per cert, en un àrab millor que el que té el ministre d'afers exteriors, però això no ve al cas) i després dóna l'ordre als seus acòlits de matar els dos “ostatges”. |
43 | সেখানে প্রথমে দেখানো বাচ্চাটি একটি বক্তৃতা (ঘটনাক্রমে সে আরবি ভাষায় বেশ ভালো যেন পররাষ্ট্র মন্ত্রী কথা বলছেন, তবে আমি অপ্রাসঙ্গিক মনে করছি) দিয়েছে। | |
44 | এরপর সে তাঁর সহকারীদের উদ্দেশ্যে দুইজন “জিম্মিকে” শিরশ্ছেদ করার নির্দেশ দেয়। | |
45 | আর এটা কোন খেলার আসর নয়, যেকোন উপায়েই যার একটি আনন্দময় সমাপ্তি টানা হবে। | I aquest no és de cap manera un joc amb un final feliç. |
46 | এ খেলায় কেউই জয়ী হয়নি। | Ningú no guanya. |
47 | এই দীর্ঘ সময়ে আমি যা দেখেছি তাঁর মাঝে এটি সবচেয়ে দুঃখজনক ব্যাপার। | És la cosa més trista que he vist en molt, molt de temps. |
48 | পোস্টটিতে “বিরক্তিকর” থেকে শুরু করে “ঘটনার ভুল বিবর্তন” সব ধরনের মন্তব্যই করা হয়েছে। | Els comentaris que es van fer sota aquesta publicació anaven des de “pertorbador” fins a “l'evolució va per mal camí”. |
49 | আইএসআইএস অপরাধ প্রদর্শনকারী গ্রাফিক ভিডিওটি অবশ্যই পূর্নবয়স্কদের মনেও যথেষ্ট চাপ সৃষ্টি করেছে। | |
50 | তবে এধরনের ভিডিওগুলো আমাদের শিশুদের উপর আসলেই কি ধরনের প্রভাব ফেলছে? | Segurament la visualització de vídeos que mostren els crims de l'EI afecten als adults, però què provoquen en els nostres fills? |
51 | আইএসআইএস অপরাধ নিয়ে শেয়ার করা এই ভিডিওগুলো কি শিশুদের আদৌ দেখা উচিৎ? | Hem de permetre que el nens puguin veure crims compartits a la xarxa? |