Sentence alignment for gv-ben-20140411-42670.xml (html) - gv-cat-20140620-8430.xml (html)

#bencat
1বিশ্বের বিভিন্ন ঘুম পাড়ানি গানঃ আপনার প্রিয় কোনটি ?Cançons de bressol del món: quina és la teua preferida?
2ফিলিপাইনে দক্ষিণ লুজনের একটি হাসপাতালে একটি সদ্যজাত শিশু ঘুমাচ্ছে।Un nadó dorm a un hospital del sud de Luzon, les Filipines (2009).
3ছবিঃ অলিভার বেলারজা - CC BY-NC-ND 2.0Foto d'Oliver Belarga - CC BY-NC-ND 2.0
4এপ্রিল পিয়েভির লেখা এই গল্পটি সারা বিশ্বের জন্য প্রকৃতপক্ষে পিআরআই ডট ওআরজিতে গত ৭ এপ্রিল, ২০১৪ তারিখে প্রকাশিত হয়েছে। প্রকাশ সূচী শেয়ারিং বিষয়ক একটি চুক্তির অংশ হিসেবে এটি গ্লোবাল ভয়েসেসে পুনরায় প্রকাশ করা হল।Aquesta història d'April Peavy [en] per al periòdic The World va aparèixer originalment a PRI.org [en] el 7 d'abril de 2014 i es torna a publicar a Global Voices com a part d'un acord per compartir continguts.
5সব জায়গাতেই নতুন বাবা মা একটি সাধারণ সমস্যার সম্মুখীন হন। আর সেটি হচ্ছে, বাচ্চাদের ঘুম পাড়ানো।Els pares novells de tot arreu han de fer front a un problema comú: dormir els seus fills.
6এই সমস্যার একটি সাধারণ সমাধান হলঃ ঘুম পাড়ানি গান।I normalment existeix una solució comuna: una cançó de bressol.
7লেখক ক্যাথি হ্যান্ডারসন ব্যাখ্যা করেছেন, ঘুম পাড়ানি গানগুলো শুধুমাত্র শিশুদেরকেই আরাম দেয় না, বরং বড়দেরও সাহায্য করে থাকে। তাঁর শিশুতোষ বই ‘হাশ, বেবি হাশ' লেখার জন্য তিনি সারা বিশ্বের বিভিন্ন ঘুম পাড়ানি গান সংগ্রহ করেছেন।Però pareix que les cançons de bressol no només ajuden els bebès a relaxar-se, també ajuden els adults, explica l'autora Kathy Henderson [en], que ha recopilat cançons de bressol de tot el món per al seu llibre per a xiquets Hush, Baby, Hush [en] (Calla, preciós, calla).
8তিনি বলেন, ঘুম পাড়ানি গান বাবা মাকে “সে সব পরিস্থিতিতে সাহায্য করে, যখন বাচ্চারা তাদেরকে ভয় পাইয়ে দেয় অথবা তারা যখন বাচ্চাদের ঘুম পাড়াতে ব্যর্থ হন।L'autora diu que les cançons de bressol ajuden els pares a “fer front amb la situació en la qual aquests estan tensos per culpa del xiquet, quan no poden adormir-los, o quan ells mateixos se senten molt, molt cansats.”
9বিশেষ করে, সে সব মুহূর্তে যখন বাবা মা নিজেরাই খুব বেশি ক্লান্তি বোধ করেন। তখন এই ঘুম পাড়ানি গানগুলো তাদের খুব সাহায্য করে থাকে।”El títol del llibre de Henderson prové d'una cançó de bressol jamaicana anomenada “Hush Baby Hush”, amb una versió gravada pel grup The Kitchen Sisters [en].
10জ্যামাইকার একটি ঘুম পাড়ানি গান “হাশ বেবি হাশ” নামটি থেকে হেন্ডারসন তার বইটির নাম রেখেছেন।
11যার একটি সংস্করণ দ্যা কিচেন সিস্টারস রেকর্ড করেছে।L'autora diu que les cançons de bressol comparteixen certs trets.
12লেখক আরও বলেছেন, ঘুম পাড়ানি গান কিছু নির্দিস্ট চারিত্রিক বৈশিষ্ট্য শেয়ার করে।
13প্রায় সব ক্ষেত্রে এগুলোতে কথা এবং সুর উভয়ই থাকে।Quasi sempre tenen tant música com lletres.
14ঘুম পাড়ানী গানের সুরটিকে অবশ্যই খুব “শান্ত ছন্দময়” এবং বরং বেশ সরু পরিসরের হতে হয়।La música ha de tindre un “ritme relaxant” i un registre musical més bé limitat.
15তিনি আরও বলেন, এ ধরনের গানের কথা যেকোন বিষয়ের উপর হতে পারে।Però les lletres, diu, poden ser sobre qualsevol cosa - i cobrir un gran ventall d'emocions i estats d'ànim humans.
16মানবীয় আবেগ এবং মানসিক অবস্থার একটি বিস্তৃত পরিসর এসব গানের কথায় উঠে আসে।Hi ha cançons de bressol sobre ira, frustració, i humor.
17এছাড়াও রাগ, হতাশা এবং হাস্যরস নিয়ে অনেক ঘুম পাড়ানি গান আছে।Henderson remarca que hi ha cançons sobre “menjar, famílies, monstres, xiquets entremaliats” i moltes altres coses.
18হেন্ডারসন লক্ষ্য করেছেন, “খাবার, পরিবার, দৈত্য-দানব, দুষ্টু বাচ্চা” এবং এমনি আরও অনেক কিছু নিয়েও রয়েছে ঘুম পাড়ানি গান।A la cançó de bressol turca anomenada “Dandini Dan,” un dels versos tracta d'uns jònecs que entren al jardí i del granger que ha de fer-los fora.
19“দানদিনি দান” হচ্ছে একটি তুর্কি ঘুম পাড়ানি গান।https://www.youtube.com/watch?feature=player_embedded&v=gNWGnTtKZwA
20এই গানের একটি স্তবকে বলা হয়েছে, গরু ছাগল বাগানে ঢুকে গেছে এবং কৃষক তার বাগান থেকে সেগুলোকে তাড়িয়ে বের করছে।Les cançons de bressol també es canten en tot tipus de situacions, no només quan el nadó és al llit.
21https://www.youtube.com/watch?feature=player_embedded&v=gNWGnTtKZwA শুধুমাত্র বাচ্চাদের বিছানায় ঘুম পাড়ানোর জন্য নয়, বরং সব ধরনের পরিস্থিতিতে ঘুম পাড়ানি গান গাওয়া হয়।Per exemple, les mares de vegades les canten mentre treballen, ja que així els xiquets es tranquil·litzaran i les deixaran continuar treballant.
22উদাহরণ স্বরূপ বলা যায়, মায়েরা মাঝে মাঝে কাজ করার সময়ও ঘুম পাড়ানি গান গেয়ে থাকেন। তাদের বাচ্চাদের শান্ত করে বসিয়ে রাখতে এবং তারা যেন নির্বিঘ্নে কাজ করে যেতে পারেন তাই তারা এমনটি করে থাকেন।Henderson creu que la cançó de bressol més antiga es molt anterior a la nostra era i es diu que els investigadors han trobat cançons de bressol a la literatura més antiga coneguda.
23হেন্ডারসন হিসেব করে দেখেছেন, সবচেয়ে পুরাতন ঘুম পাড়ানি গানটি সাধারণ যুগের চেয়েও অনেক অনেক বছরের পুরানো।PRI està recopilant i compartint les cançons de bressol preferides arreu del món a la nostra nova aplicació mòbil The World's Lullabies [en] (Les cançons de bressol del món).
24তিনি বলেছেন, গবেষকরা সবচেয়ে পুরানো সাহিত্যের মাঝে ঘুম পাড়ানি গানের সন্ধান পেয়েছেন।Sent algunes i digues-nos quina t'agrada. Vols compartir la teua preferida?
25পিআরআই আমাদের নতুন এ্যাপ দ্যা ওয়ার্ল্ডস লুলাবাইসে সারা বিশ্বজুড়ে জনপ্রিয় ঘুম পাড়ানি গানগুলোকে সংগ্রহ করছে এবং শেয়ার করছে।Pots pujar un àudio o un vídeo - o simplement fes clic al botó i canta-li al teu mòbil o ordinador.
26আপনি সেগুলো শুনুন এবং আমাদের বলুন, কোন গানটি আপনার পছন্দ।April Peavey és directora d'estudi i productora per a la PRI The World.
27আপনার পছন্দের ঘুম পাড়ানি গানটি কী আপনি শেয়ার করতে চান?Descobreix i envia cançons de bressol a PRI.org [en].
28তাহলে আপনি গানটির রেকর্ড অথবা ভিডিও আপলোড করতে পারেন - অথবা শুধুমাত্র একটি বোতাম টিপে আপনার মোবাইল ফোন বা কম্পিঊটারে নিজে গাইতে পারেন।
29এপ্রিল পিয়াভি হচ্ছেন পিআরআই দ্যা ওয়ার্ল্ডের স্টুডিও এর পরিচালক এবং প্রযোজক।