# | ben | cat |
---|
1 | সিরিয়াঃ পুরাতন হোমস শহরে অবরুদ্ধতার এক বছর | Síria: un any del setge d'Homs |
2 | এই পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ। | Aquest article forma part de la cobertura especial Sobreviure a Síria. |
3 | প্রাচীন শহর হোমসকে মাঝে মাঝে সিরিয়া বিপ্লবের রাজধানী হিসেবে বর্ণনা করা হয়। | El mes de juny es compleix el primer aniversari del setge [en] de l'antiga Homs, ciutat que sovint es descriu com la capital de la revolució siriana. |
4 | এ মাসে সৈন্যদের দ্বারা শহরটি অবরোধের এক বছর পূর্ণ হল। বাশার আল-আসাদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ প্রথমে যেসব শহর থেকে শুরু হয়েছে তাঁদের মধ্যে হোমস একটি। | Homs va ser una de les primeres ciutats que es va rebel·lar contra la tirania de Baixar al-Àssad, amb 14 barris i districtes de l'antiga ciutat, entre els quals hi ha Baba Amr, Bab Sbaa, Khalidiya i Deir Balba. |
5 | বাবা আমর, বাব সাবা, খালিদিয়া ও দেইর বালবা সহ শহরটির জেলাগুলো এবং হোমসের আশেপাশের ১৪ টি প্রতিবেশী শহরে গত দু'বছরের বেশী সময় ধরে সিরিয়ার শাসনতন্ত্র অবাধে বোমা বর্ষণ, গোলা নিক্ষেপ এবং গ্রেপ্তার ও লুণ্ঠনের জন্য হানা দিচ্ছে। | Durant més de dos anys ha estat sotmesa als bombardejos, al foc d'artilleria i als assalts del règim sirià, i la supervivència diària s'ha fet encara més difícil perquè les provisions d'aliments i de medicaments no deixen de disminuir. |
6 | এমনকি খাবার ও ঔষধ সরবরাহকে কমিয়ে দিয়ে সেখানে টিকে থাকাকে প্রতিনিয়ত আরো কঠিন করে তুলছে। | |
7 | হোমস… অবরুদ্ধ শহর, ছবিঃ আব্দুলরহমান- রোমানো | Homs… ciutat assetjada, d'abdulrahman-romano. |
8 | ২০১২ সালের নভেম্বর মাসে গ্লোবাল ভয়েসেস অনলাইন “হোমস, ধ্বংসের কাছাকাছি সিরিয়ার একটি বিপ্লবী শহর” শিরোনামে একটি পোস্ট প্রকাশ করেছিল। | Al novembre del 2012 Global Voices va publicar un article sota el títol Homs: una ciutat revolucionària en ruïnes [es]. |
9 | হোমসের ১৪ টি প্রতিবেশী শহর “অবরোধ” করে রাখা একটি বিশেষ ব্যাপার - এটি সিরিয়ার অন্যান্য শহরের মতো নয়। | El “setge” dels 14 barris d'Homs és un cas especial que no s'assembla al de la resta de ciutats sirianes. |
10 | এটি আমাদের গাজা অবরোধের কথা স্মরণ করিয়ে দেয়। | Més aviat recorda al setge de Gaza. |
11 | তথাপি, হোমসে কোন গোপন সুরঙ্গ নেই, যার মধ্য দিয়ে তাঁরা নিত্য প্রয়োজনীয় সামগ্রী, চিকিৎসা সাহায্য এবং আহত ও অসুস্থদের গোপনে বহন করতে পারে। | Tot i això, a Homs no hi ha túnels secrets que facilitin l'entrada i la sortida d'amagades de recursos bàsics, d'ajuda mèdica i de gent ferida o malalta. |
12 | হোমসের একটি এলাকায়, যেখানে ৪ লক্ষ লোক বাস করে সেখানে কয়েক হাজার লোকের ওপর অতর্কিত আক্রমণ করা হয়েছে। | A Homs hi ha milers de persones atrapades en una zona en què hi havia 400.000 habitants. jeydt23 va declarar a Storify [en]: |
13 | স্টরিফাই-তে জেয়ডিটি২৩ রিপোর্ট করেছেনঃ এই মুহুর্তে সমগ্র সিরিয়াতে সবচেয়ে ভয়াবহ যুদ্ধক্ষেত্র হিসেবে বলা যেতে পারে হোমসের অবরুদ্ধ অবস্থাকে। | El que ara anomenem “el setge d'Homs” és sense cap mena de dubte la zona de Síria en què, ara per ara, la guerra és més intensa. |
14 | দ্বন্দ্বের দু'দিকেই প্রতিদিন মৃত্যুর মাশুল যোগের মধ্যদিয়ে অবরোধ চলছে কয়েক মাস ধরে। জনগণের টিকে থাকার সংগ্রামের কিছু ছবি, টুইট এবং ভিডিও নিচে রয়েছে। | El setge dura ja uns mesos i el nombre de víctimes d'ambdós bàndols del conflicte augmenta cada dia. A sota trobareu imatges, piulades i vídeos de la gent que lluita per sobreviure. |
15 | পুরাতন হোমসে ফলমূল ও শাকসবজি ফলানোর মতো কোন কৃষিজমি নেই। ফলে খাদ্য সরবরাহে অভাব দেখা দিয়েছে। | A Homs no hi ha terres agrícoles en què es puguin conrear fruites i verdures, per la qual cosa hi ha escassetat d'aliments. |
16 | এই ভিডিওটিতে শিশুদের পাতা কুড়াতে দেখা যাচ্ছে এবং তাঁরা খাবারের অভাব নিয়ে অভিযোগ করছেঃ | En aquest vídeo [ar] es pot veure uns nens recollint fulles i queixant-se de la manca d'aliments: |
17 | সেখানে কোন হাসপাতাল অথবা মেডিকেল সেন্টারও নেই [গত ১ লা এপ্রিল, ২০১২ তারিখে আল-আমাল হাসপাতালটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে]। | Tampoc no hi ha cap hospital ni cap centre mèdic [l'hospital al-Amal va quedar totalment destruït l'1 d'abril del 2012]. |
18 | তা সত্ত্বেও, কাজ চালানোর জন্য কিছু [সতর্কীকরণঃ গ্রাফিক ভিডিওর একটি লিংক যেখানে দেখানো হয়েছে অ্যানেসথেশিয়া ছাড়াই একজন আহত ব্যক্তির অস্ত্রোপচার করা হচ্ছে] অস্থায়ী হাসপাতাল রোগীদের সেবা দিতে শিক্ষানবিস ডাক্তারদের উপর নির্ভর করছে। | Al seu lloc, alguns hospitals improvisats [ar] depenen dels estudiants per atendre els pacients [atenció: el link porta a un vídeo en què es pot veure un ferit durant una operació sense anestèsia]. El govern també ha tallat serveis com l'electricitat, l'aigua o les comunicacions als barris assetjats. |
19 | সরকার অবরুদ্ধ প্রতিবেশী এলাকাগুলোতে বিদ্যুৎ, পানি ও যোগাযোগ সেবাও কর্তন করে নিয়েছে। | Així, la supervivència dels habitants depèn de l'aigua dels pous, de generadors elèctrics [ar] i de la comunicació via satèl·lit. |
20 | তা সত্ত্বেও কুয়ার পানি, বিদ্যুৎ জেনারেটর এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবহারের উপর নির্ভর করে অধিবাসীরা বেঁচে আছে। সেখানে কোন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান নেই। | No hi ha escoles, universitats ni centres educatius, per la qual cosa centenars de nens viuen cada dia els bombardejos i el foc continu de l'artilleria, dels morters, dels llançamíssils, dels míssils de llarga distància, dels tancs i dels atacs dels avions de combat. |
21 | তথাপি কয়েকশ শিশু প্রতিদিনকার বোমা বিস্ফোরণের মাঝে জীবনধারণ করছে। বিরামহীনভাবে প্রতিদিন মর্টারের গোলাবর্ষণ, রকেট উৎক্ষেপণ, দীর্ঘ-সীমার মিসাইল, ট্যাঙ্ক এবং যুদ্ধবিমানের শব্দে কেঁপে উঠছে। | El 6 de juny del 2013, activistes sirians van publicar aquest vídeo a la pàgina de Facebook Acabem amb el setge d'Homs [ar] en què es podia veure la destrucció de la ciutat. |
22 | শহরটির ধ্বংসের কথা প্রকাশ করতে সিরিয়ার সক্রিয় কর্মীরা “হোমসের অবরোধ ভেঙ্গে ফেল” - এর ফেসবুক পেজে এই ভিডিওটি ৬ জুন, ২০১৩ তারিখে পোস্ট করেছেন। “ইয়াসিন এবং মরিয়ম সাব্বাঘ…হোমসের অবরোধের অবসান হোক” শিরোনামে একটি হৃদয়বিদারক ঘটনা বৃহত্তর সিরিয়া ব্লগটিতে পোস্ট করা হয়েছে। | El blog Greater Syria va publicar una història commovedora sota el títol Yasín i Mariam Sabbagh… La fi del setge d'Homs [en], que descriu l'assassinat de dos germans (Yasín i Mariam) que van morir a causa del foc de morter de les forces d'al-Àssad a districtes favorables al règim mentre jugaven al carrer. |
23 | সেখানে একজন ভাই ও একজন বোনের (ইয়াসিন ও মরিয়ম) খুনের ঘটনা বর্ণনা করা হয়েছে। | Un vídeo sobre el seu martiri deia el següent amb aquest comentari tan emotiu: |
24 | জেলাগুলোতে শাসনতন্ত্রের বাহিনীর বর্ষণ করা মর্টারের বোমার আঘাতে বাড়ির বাইরে খেলার সময় শিশু দু'টি মারা যায়। | Una notícia va travessar amb força el meu cor i va petrificar els meus ulls incrèduls no fa gaire. [……] Mariam i Yasín Sabbagh dibuixaven a què s'havia reduït la seva vida: morters, bombardejos, foscor, por i destrucció. |
25 | তাঁদের শহীদ হওয়ার ভিডিওটিতে একটি আবেগআপ্লুত মন্তব্যে বলা হয়েছেঃ একটু আগেই একটি খবর আমার হৃদয়কে প্রচণ্ডভাবে আঘাত করেছে এবং আমার চোখ অবিশ্বাসে অসাড় হয়ে গেছে। | Vivien privats d'educació, d'escoles, de tenir amics i veïns per jugar, de gaudir de les meravelles del món dels nens, dels aliments i de l'aigua potable, de l'electricitat, de tot. |
26 | [……] মরিয়ম ও ইয়াসিন সাব্বাঘ তাই পেল যা তাঁদের জীবনকে সীমাবদ্ধ করে রেখেছিলঃ মর্টার, গোলাবর্ষণ, অন্ধকার, ভয় এবং ধ্বংস; তাঁরা বঞ্চিত ছিল শিক্ষা থেকে, বিদ্যালয় থেকে, বন্ধুদের থেকে এবং প্রতিবেশীদের সাথে খেলা করা থেকে, বিশ্বের অন্যান্য শিশুদের মতো জীবনের নিয়ামক উপভোগ করা থেকে, খাদ্য ও নিরাপদ পানি থেকে, বিদ্যুৎ থেকে, সবকিছু থেকে… | |
27 | অবরুদ্ধ হোমস মুক্ত কর। | Acabem amb el setge d'Homs. |
28 | সূত্রঃ ফেসবুক পাতা | Font: pàgina de Facebook. |
29 | এই ফেসবুক পেজটিতে ইয়াজান হোমসি সিরিয়ার জনগণকে বিপ্লবটিকে সমর্থন জানাতে এবং শহীদদের রক্ত বৃথা না যেতে দেয়ার আহ্বান করেছেন। | A la seva pàgina de Facebook, Yazan Homsi [ar] fa una crida als sirians perquè donin suport a la revolució i no decebin els màrtirs. |
30 | সিরিয়ার সকল সক্রিয় কর্মীদের উদ্দেশ্যে একজন সক্রিয় কর্মী এই বিপ্লবের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এটিকে সুরক্ষিত রাখার কথা স্মরণ করিয়ে দিয়ে একটি চিঠি লিখেছেন, যা হোমসি পোস্ট করেছেনঃ | Va publicar una carta que havia escrit un activista que recordava a tots els activistes sirians la promesa de protegir la revolució fins que se n'assolissin els objectius: |
31 | একজন শহীদ সেসব লোকেদের নিন্দা করে লিখেছেন, যারা দায়িত্ব পালন না করে বেঁচে আছে… লেখার তারিখ ০৯/০৬/২০১৩ হোমস - অবরুদ্ধ এলাকা | El retret d'un màrtir per a tot aquell que deixi de banda el seu deure… Data del missatge 09/06/2013 Homs - zona assetjada Data del martiri 10/06/2013 Homs - zona assetjada |
32 | শহীদের আত্নবলির তারিখ ১০/০৬/২০১৩ হোমস - অবরুদ্ধ এলাকা | Aquest article forma part de la cobertura especial Protestes a Síria 2011/12 |