Sentence alignment for gv-ben-20150429-48404.xml (html) - gv-cat-20151005-10840.xml (html)

#bencat
1আর্মেনীয় গণহত্যার শতবার্ষিকী স্মরণে তৈরী করা সের্জ তানকিয়ান-এর ভিডিও “১০০ বছর” দেখুনEl líder de System of a Down commemora el centenari del genocidi armeni amb un vídeo
2সের্জ তানকিয়ান, তার ভিডিও “১০০ বছর”-এ গান গাইছেন।Serj Tankian participant al vídeo commemoratiu “100 years”.
3ছবির সূত্রঃ উক্ত সঙ্গীত ভিডিওর স্ক্রিনশট।Font: captura del vídeo.
4বিকল্প ধারার /হার্ড রক ব্যান্ড “সিস্টেম অফ এ ডন” নামক ব্যান্ড দলের মূল গায়ক হিসেবে সের্জ তানকিয়ান সুপরিচিত, যে দলটির সাথে তিনি ১৯৯৪ সাল থেকে গান গেয়ে আসছেন।Serj Tankian és més conegut com el líder del grup de metal alternatiu i hard rock System of a Down, amb qui porta actuant des de 1994.
5আর্মেনীয় গণহত্যার শিকার ব্যক্তিদের সাথে এই দলটির সম্পর্ক বলা যায় একেবারে সরাসরিঃ এই দলের সকল সদস্য আর্মেনীয়-আমেরিকান বংশোদ্ভুত নাগরিক, আর এরা সকলে এই গণহত্যা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের বংশধর।La relació del grup amb el genocidi armeni és més aviat directa: tots ells són armenis dels Estats Units i descendents dels supervivents del genocidi.
6ইতোমধ্যে তানকিয়ান নানাবিধ কারণে একনিষ্ঠ এক একটিভিস্ট হিসেবে নিজেকে অন্যদের থেকে আলাদা করে ফেলেছে, যে তানকিয়ান যুক্তরাষ্ট্রের কারা ব্যবস্থা পদ্ধতি সহ বিভিন্ন পরিবেশ বিষয়ক সমালোচনায় সোচ্চার।El mateix Tankian s'ha definit com un activista vehement defensant diverses causes, des de la crítica al sistema penal dels Estats Units fins a problemes ambientals.
7এই বিষয়টি উল্লেখ করার কোন প্রয়োজন নেই যে, আর্মেনীয় গণহত্যার ঘটনাটির আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সংগ্রাম বিশেষত তানকিয়ানের নিজের জন্য কতটা গুরুত্বপূর্ণ।No cal dir, doncs, que la lluita pel reconeixement internacional del genocidi armeni és especialment important per a ell.
8যেমনটা সম্প্রতি রোলিং স্টোন পত্রিকাকে প্রদান করা সাক্ষাৎকারে তানকিয়ান, ন্যায়বিচার নিয়ে কথা বলেন:Així ho va afirmar a la revista ‘Rolling Stone', parlant de justícia:
9আমি মনে করি সত্যিকার অর্থে তুরস্কের নিজের ইতিহাস জানা আমাদের নিজেদের জন্য গুরুত্বপূর্ন।Crec que és important per a nosaltres que Turquia conega la seua pròpia història de forma veritable.
10এটা কেবল আর্মেনীয়, গ্রীক এবং অ্যাসিরিয় (ইরাকি) জাতীর গণহত্যা নয়, একই সাথে গণহত্যা নিয়ে যা ঘটে চলছে বিষয়টি সেটা নিয়েও।No es tracta només del genocidi dels armenis, grecs i assiris, sinó també del que està passant ara.
11এই ক্ষেত্রে এমন কোন কার্যকরী আন্তর্জাতিক চুক্তি নেই যা গণহত্যা থামাতে পারে।No hi ha acords internacionals executables que tinguen a veure amb aturar el genocidi.
12মহান জাতিসংঘের উল্লেখযোগ্য সংখ্যক সংস্থা এবং এমনকি যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন সংস্থা থাকা সত্ত্বেও, গণহত্যা অথবা ব্যাপকভাবে হত্যা থামানোর ক্ষেত্রে স্থায়ী কোন সংকল্প নেই।Independentment de l'existència de nombrosos organismes de l'ONU i, fins i tot organismes amb seu als Estats Units en matèria de prevenció de genocidis, no hi ha cap resolució vinculant per aturar cap genocidi o holocaust en curs.
13আমরা দেখছি এই একই ঘটনা ঘটেই চলেছে।Encara veiem com ocorren.
14আজকের সংবাদপত্রে আমি পড়লাম যে সিরিয়ার দেইয়ের এজ্জোর-এ এক গণ করব আবিষ্কার হয়েছে যা আইএসআইএস-এর হাতে গণহত্যার শিকার স্থানীয় উপজাতীয় নাগরিকদের, আর এই বিষয়টি আমাদের স্মরণ করিয়ে দেয় দেইয়ের এজ্জোরের বালিতে চাপা পড়া সেই সমস্ত হাড়গোড়ের কথা যা বিংশ শতাব্দীতে সংঘঠিত প্রথম গণহত্যার, যা ঠিক এই একই এলাকায় সংঘঠিত হয়েছিল। যদি এই বিষয়টি প্রতীকী না হয়, তাহলে আমি জানি না এটা আর কি হতে পারে।He llegit en la premsa d'avui que s'ha trobat una fossa comuna a Deir ez-Zor, a Síria, corresponent a les massacres de l'Estat Islàmic a aqueixa tribu d'allà, i això em va recordar tots els ossos que es troben sota aquelles arenes de Deir ez-Zor des del primer genocidi del segle XX, exactament al mateix lloc.
15‘সিস্টেম অফ দি ডনের' সাম্প্রতিক ধারনার সাথে গ্লোবাল ভয়েসেস যুক্ত ছিল।Si això no és simbolisme, no sé què és.
16দলটির “ওয়েক আপ দি সোল” (আত্মার জেগে ওঠা) নামক যাত্রার অংশ হিসেবে- গ্লোবাল ভয়েসেস এর সাথে যুক্ত হয়, যা ছিল আর্মেনীয় গণহত্যার স্মরণে ২৩ এপ্রিল তারিখে (গণহত্যার শতবর্ষ স্মরণে যে দিনটি নির্ধারণ করা হয়েছে তার আগের রাতে) ইয়েরেভানের রিপাবলিকা স্কয়ারে প্রদর্শীত এক উন্মুক্ত কনসার্ট, যেখানে হাজার হাজার আর্মেনীয় নাগরিক ও অন্যান্য অনেকের মাঝে কিছু জর্জীয়, ইরানী, ইউক্রেনীয় নাগরিকও উপস্থিত ছিল।Global Voices va assistir a l'últim concert de System of a Down, que formava part de la seua gira “Wake Up The Souls” en commemoració del genocidi armeni. El grup va fer un concert gratuït el 23 d'abril (la nit anterior al centenari oficial) a la plaça de la República, a Erevan, al qual assistiren milers d'armenis, georgians, iranians i ucraïnesos, entre altres.
17২৩ এপ্রিল ২০১৫ তারিখে সের্জ তানকিয়ান ইয়েরেভানের রিপাবলিক স্কয়ারে বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাইছে।Serj Tankian actuant a la plaça de la República d'Erevan el 23 d'abril del 2015.
18ছবি জোয়ে আইয়ুব-এর তোলা।Foto de Joey Ayoub.
19এখানে এর আরো ছবি দেখুন। যদি মেটাল বা ধাতব সঙ্গীত আপনার পছন্দনীয় না হয়ে থাকে, তাহলে এখান থেকে চলে যাবেন না।Però, si el metal no és el teu estil, no et desesperes; Tankian és un artista prolífic.
20তানকিয়ান এক বৈচিত্র্যময় শিল্পী। তার ভিডিও “১০০ বছর”-এ দুদুক (আর্মেনীয় বাঁশী) দাওউলি (আঞ্চলিক ঢোল), লাইরা (আঞ্চলিক তার যন্ত্র যা ধনুকের মত খানিকটা বাঁকানো) এবং কানুন (স্থানীয় তারের বাদ্যযন্ত্র) এর বাজনা তুলে ধরা হয়েছে, আর গানের সাথে রয়েছে গিটার, পিয়ানো এবং বেহালার সুর।Al seu vídeo “100 years” (100 anys) canta acompanyat de músics que toquen el duduk (flauta armènia), el davul (tambor turc), el kemenche (instrument iranià de corda fregada) i el cànon (instrument tradicional de corda), a més de la guitarra, el piano i el violí.
21তার এই সুন্দর প্রদর্শন ইতিহাসের সেই গভীর যন্ত্রণার এক প্রতিধ্বনি, আর্মেনীয়, গ্রীক এবং অ্যাসিরীয়রা যে যন্ত্রণা ভোগ করেছে।Aquest emotiu acte reflecteix la cruel història que han hagut de patir molts armenis, grecs i assiris.
22যেমনটা এ ভিডিওর বর্ণনা বলছেঃ “এই ভিডিও বিংশ শতকে গণহত্যার শিকার আর্মেনীয়, গ্রীক ও অ্যাসিরিয় নাগরিকদের সম্মানে বিষণ্ণ ভাবে তাদের স্মরণ করা”।Tal com indica la descripció, “el vídeo és una ombrívola commemoració per a homenatjar els armenis, grecs i assiris víctimes del primer genocidi del segle XX”.