Sentence alignment for gv-ben-20120322-23802.xml (html) - gv-cat-20120324-1397.xml (html)

#bencat
1আরব বিশ্ব: শুভ মা দিবস – শহীদ জননীদের প্রতি শ্রদ্ধাঞ্জলিMón àrab: bon dia de la mare. Homenatge a les mares dels màrtirs
2আজ মা দিবস পালন করছে আরব বিশ্ব।El món àrab celebra el dia de la mare avui, 21 de març.
3দিনটিতে সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোতে নেটনাগরিকেরা তাদের মায়েদের শুভেচ্ছা পাঠিয়েছে। এছাড়াও তথাকথিত আরব বসন্তে প্রতিবাদ করতে গিয়ে কর্তৃপক্ষের হাতে নিহত হাজার হাজার শহীদদের মায়েদের স্মরণ করেছে।Els internautes, a través de les xarxes socials, han enviat felicitacions a les seves mares i, a més, han volgut fer un homenatge a les mares dels milers de màrtirs assassinats per les autoritats mentre protestaven contra la dictadura, en l'anomenada primavera àrab.
4বাহরাইন থেকে সায়িদ আহমেদ আল আলাভি টুইট করেছেন [আরবী ভাষায়]:Des de Bahrain, en Sayed Ahmed Al Alawi tuiteja [ar]:
5@এসএআলাভি: এই দিনে ঈশ্বর যেন - অন্যায়ভাবে নিহত, অথবা বন্দি, নির্বাসিত হতে বাধ্য - সন্তান হারানো প্রতিটি মায়ের অন্তরে দয়া করেন।@SAalalawi: Que Déu tingui, en aquest dia, misericòrdia dels cors de les mares que han perdut els fills, morts injustament, o empresonats o forçats a l'exili.
6এসব মায়েদের আমরা বলি: ধৈর্যের ফল মিষ্টি।A totes aquestes mares, els diem: la paciència és dolça.
7একই ধরনের অনুভূতি শেয়ার করেন মিশরীয় সালমা হেগেব।L'egípcia Salma Hegeb comparteix un sentiment similar i ens recorda:
8তিনি আমাদের স্মরণ করিয়ে দেন: @সালমা_টিএস২(টু)অল: মিশরের অনেক শহীদ জননীর জন্যে এটা দ্বিতীয় #মাদিবস।@Salma_ts2al: És el segon Dia de la Mare per a algunes mares de màrtirs a Egipte.
9গতকাল থেকে আমি ভাবছি এটা কত কস্টের…Des d'ahir que penso què dolorós és això…
10এবং সিরীয় জাইনের কাছে খারাপ খবর রয়েছে:I en Zain, de Síria, té males notícies:
11@জাইনসির: ১৪জন শিশু এবং ৭জন নারীসহ #সিরিয়া'র শহীদের সংখ্যাটি ৭০-এ উন্নীত হয়েছে #মাদিবস-এ@ZainSyr: El nombre de màrtirs a Síria ha augmentat en setanta més, d'entre els quals hi ha catorze nens i set dones #MothersDay
12এই দিনে বিশেষ করে শিশু এবং মায়েদের অনুভূত মর্মপীড়া সংকলিত করেছেন সিরীয় ব্লগার রাজান ঘাজ্জাভি, তিনি স্বীকার করেছেন:El patiment que han sentit, especialment els nens i les mares, durant aquest dia, el resumeix la blocaire siriana Razan Gahzzawi, que admet que:
13@রেডরাজান: যাদের মা দিবসে শহীদ জননীদের অনেক কিছু বলার আছে আমি তাদের ঈর্ষা করি।@RedRazan: Realment envejo el qui tenen tantes paraules per a les mares dels màrtirs el Dia de la Mare.
14আমি কিন্তু একটাও শব্দ খূঁজে পাই না।Jo ni tan sóls puc trobar-ne una.
15#সিরিয়া #মাদিবস#Syria #Mothersday
16তিনি যোগ করেছেন:I afegeix:
17@রেডরাজান: #সিরিয়া ফেসবুক ব্যবহারকারীরা প্রচারাভিযান চালাচ্ছেন আজকে নাগরিকদের শহীদ জননীদের সাথে দেখা করায় উৎসাহিত করে এটা দেখানোর জন্যে যে তাদের দুঃখে তারা নিঃসঙ্গ নন।@RedRazan: Els usuaris sirians de Facebook han fet una campanya per encoratjar els ciutadans a visitar avui les mares dels màrtirs, per mostrar-los que no estan soles en el patiment.
18সিরীয় শহীদ জননীদের ফেসবুক পাতার একটি স্ক্রীণছবি, যা সিরিয়াবাসীদেরকে আসাদ শাসকগোষ্ঠির হাতে শহীদদের মায়েদের সাথে দেখা করতে উৎসাহিত করছে।Captura de pantalla de la pàgina de Facebook dedicada a les mares dels màrtirs on s'encoratja els sirians que visitin les mares dels màrtirs assassinats pel règim d'al-Assad.
19শহীদদের জননী, আমরা তোমাদের সন্তান নামের ফেসবুক পাতাটি [আরবী ভাষায়] এখানে পাওয়া যাবে:La pàgina de Facebook porta el nom Nosaltres som el teu fill, mare del màrtir, i es pot trobar aquí [ar].
20মিশরে ফিরে এলে, মোহান্নাদ আমাদের বলেছেন [আরবী ভাষায়]:Tornant a Egipte, en Mohannad ens diu [ar]:
21@ম্যান্ডযেড: আমার মায়ের একটা জিনিষ আমি শ্রদ্ধা করি যে তিনি একজন বিপ্লবী।@mand0z: Una de les coses que respecto de la meva mare és que és una revolucionaria.
22আমি জানি যে সংঘর্ষের সময় আমি যখন বাইরে থাকি তিনি ভীত-সন্ত্রস্ত হয়ে বাড়িতে বসে থাকলেও আমার জন্যে প্রার্থনা এবং আমাকে সমর্থন করেনTot i que jo sé que es queda aterrida a casa quan sóc enmig dels enfrontaments, prega per mi i em dóna suport.
23এদিকে, বিদেশে থাকা সিরীয়দের বাড়িতে থাকা পরিবারের সাথে যোগাযোগ করতে এবং তাদের প্রিয়জনদের মা দিবসের শুভেচ্ছা জানাতে কষ্ট হচ্ছে।Mentrestant, els sirians que es troben a l'estranger tenen dificultats per contactar amb les famílies d'allà per desitjar-los un bon Dia de la Mare.
24দি ৪৭তম টুইট করেছেন:En 47th piula:
25@দি_৪৭তম: আসলেই আমাকে একটা স্যাটেলাইট ফোন খুঁজে পেতে **ও**তে হবে অথবা কবুতরের খাবারের সাথে চিঠি বেঁধে দিতে হবে আমার দাদীকে শুভ মা দিবস জানানোর জন্যে #হোমস-এ@THE_47th: De debò, he de trobar un telèfon satèl·lit o lligar un missatge a la pota d'un colom per felicitar la meva àvia que és a Homs en el Dia de la Mare.
26করিম লায়লা যোগ করেছেন:En Kareem Lailah afegeix:
27@করিমলায়লা: আসাদ, দয়া করে তাকে #শুভমাদিবস মা বলতে আমাকে ১মিনিটের জন্যে যোগাযোগ ফিরিয়ে দিন #সিরিয়া #আমিতোমাকেভালবাসি@KareemLailah: Sisplau, Assad, torna'm la comunicació només per un minut, per poder dir a ma mare: bon Dia de la Mare, mare!
28আর সিরিয়ার শাকিব আল-জাবরি কৌতুক করেছেন:I el sirià Shakeeb al-Jabri bromeja:
29@লেশাক: আমার মাদারবোর্ডকে শুভ মা দিবস, যাকে ছাড়া আমি বাঁচতে পারি না@LeShaque: Bon Dia de la Mare a la meva placa-mare (motherboard), una mare sense la qual no podria sobreviure.