Sentence alignment for gv-ben-20150718-49831.xml (html) - gv-cat-20150813-10038.xml (html)

#bencat
1গ্রাম থেকে উঠে আসা এক মেয়ের বিশ্ব আল্ট্রাম্যারাথন জয়: নেপালের মীরা রাইয়ের অনুপ্রেরণামূলক এক গল্পDe noia de poble a campiona mundial d'ultramarató: la inspiradora història de la nepalesa Mira Rai
2নেপালের ট্রেইল রানার মীরা রাই।Mira Rai, trail runner del Nepal.
3ছবি নেয়া হয়েছে ফ্লিকার ব্যবহারকারী আরপিবি১০০১-এর অ্যাকাউন্ট থেকে।
4সিসি বিওয়াই-এনসি-এনডি ২.Imatge de l'usuari de Flickr rpb1001.
5০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।CC BY-NC-ND 2.0
6পৃথিবীতে যতোগুলো কষ্টসাধ্য খেলা আছে, তার মধ্যে অন্যতম হলো ট্রেইল রানার (পাহাড়ী পথে দৌড়)।El trail running, un dels esports més difícils i persistents, no resulta fàcil per a tothom.
7সবাই এটা পারে না। তবে নেপালের মীরা রাইয়ের কাছে এটা খুব সহজ-স্বাভাবিক একটি খেলা।Això no obstant, s'ha tornat una pràctica normal per a la nepalesa Mira Rai.
8সম্প্রতি তিনি ৮০ কিলোমিটারের মন্ট ব্ল্যাক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।Fa poc va guanyar la cursa de Mont Blanc de 80 quilòmetres, reconeguda com una de les curses més tècniques i difícils de França.
9এটি ফ্রান্সের সবচে' কঠিন প্রতিযোগিতা হিসেবে পরিচিত।Va completar la distància en 12 hores i 32 minuts.
10পুরোটা রাস্তা দৌড়াতে তার সময় লেগেছে ১২ ঘণ্টা ৩২ মিনিট।L'exprimer ministre Baburam Bhattarai va felicitar Mira a través de Twitter:
11নেপালের সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টারাই মীরাকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছেন:
12আন্তর্জাতিক ম্যারাথনে বিজয়ী হওয়ায় মীরা রাইকে অভিনন্দন।Felicitacions a Mira Rai per guanyar la marató internacional.
13সামরিক বাহিনীতে অযোগ্য হিসেবে বিবেচিত, সাবেক…Inhabilitada per a integrar-se en l'exèrcit…
14বয়:সন্ধিকালে তিনি মাওবাদী গেরিলা দলে যোগ দিয়েছিলেন।Quan era una adolescent i pertanyia a l'exèrcit rebel maoista, va ser inhabilitada durant el procés d'integració en l'exèrcit.
15কিন্তু গেরিলাদের যখন সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি করা হয়, তখন তিনি অযোগ্য হিসেবে বাদ পড়ে যান।Va començar amb el trail running fa només un any i pocs mesos, però està a punt de convertir-se en una de les millors atletes en aquest esport.
16ট্রেইল রানার হিসেবে মীরা রাইয়ের খেলোয়াড়ি জীবন খুব বেশি দিনের নয়। মাত্র বছর দেড়েক আগের।La seva trajectòria es va iniciar amb la cursa de 50 quilòmetres del Festival a l'Aire Lliure de l'Himàlaia, a Katmandú, en març del 2014.
17এর মধ্যেই তিনি খ্যাতিমান ট্রেইল রানার হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন।Va ser la guanyadora, sense molta preparació, i l'abril següent va competir en la cursa de Mustang Trail.
18তার খেলোয়াড়ি জীবন শুরু হয়েছে ২০১৪ সালের মার্চ মাসে কাঠমান্ডুতে অনুষ্ঠিত হিমালয়ান আউটডোর ফেস্টিভ্যালের ৫০ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে দিয়ে।
19কিন্তু তেমন একটা প্রস্তুতি ছাড়াই তিনি প্রতিযোগিতায় বিজয়ী হন। আর এর পরের মাসেই মাস্টটাং ট্রেইল রেসে অংশ নিতে যান।Fora del Nepal va començar la seva bona ratxa amb la cursa de Sellaronda Trail (57 quilòmetres) i amb el Trail Degli Eroi (83 quilòmetres) a Itàlia, en setembre del 2014.
20নেপালের বাইরেও বিজয়ধারা অব্যাহত রেখেছেন।En octubre, va guanyar la Ultramarató de Muntanya de 50 quilòmetres a Hong Kong.
21তিনি ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ইতালিতে অনুষ্ঠিত সেল্লারন্ডা ট্রেইল রেস (৫৭ কিলোমিটার) এবং ট্রেইল ডেগলি ইরয় (৮৩ কিলোমিটার) প্রতিযোগিতায় বিজয়ী হন।
22অক্টোবর মাসে হংকং-এ অনুষ্ঠিত ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন মাউন্টেইন রেসে বিজয়ী হন।
23এরপরে তাকে আর পিছনে তাকাতে হয়নি।Des d'aquell moment, no ha mirat mai enrere.
24হংকংয়ের চিত্রগ্রাহক এবং সিনেমা নির্মাতা লয়েড বেলচার টুইট করেছেন:Lloyd Belcher, un fotògraf i director de cine que treballa a Hong Kong, va tuitejar:
25বিজয়ী হওয়ার পর নেপালের ট্রেইল রানার মীরা রাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি হংকংয়ের ৫০ কিলোমিটার রেসে বিজয়ী হয়েছেন।Mira Rai @TrailRunNepal fa front a les càmeres expectants després de guanyar la cursa de 50 quilòmetres de Hong Kong, @Skyrunning_com ©lloydbelchervisuals pic.twitter.com/qGYQ6hlY7a
26নেপালের পূর্বাঞ্চলের শহর বোজপুরের ছোট্ট একটি গ্রামে মীরার বাড়ি। সেখান থেকেই তিনি উঠে এসেছেন।Mira prové d'una petita ciutat en el barri de Bhojpur, en la zona est del Nepal.
27তবে সাফল্যের পিছনে তিনি ছোটবেলার কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেছেন।Atribueix el seu èxit a les penúries que va viure quan era una nena.
28একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন:En una de les entrevistes, va afirmar:
29ছোটবেলায় আমি ঘরের টুকিটাকি কাজ করতে মোটেও আগ্রহী ছিলাম না। তাই আম্মা আমাকে নদী থেকে পানি আনার কাজ দিতো।Quan era una nena no m'agradava fer les feines de la casa, i per això ma mare em demanava fer les feines físiques, com portar aigua del riu, que està a dues hores d'anada i a tres de tornada.
30নদীতে যেতে দুই ঘণ্টা আর আসতে তিন ঘণ্টা সময় লাগতো। তাছাড়া আমি প্রায়ই বস্তায় করে চাল নিয়ে বাজারে যেতাম।També solia carregar sacs d'arròs fins al mercat per a vendre'ls i portar diners a casa.
31সেগুলো বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরতাম।Em vaig criar corrents.
32এভাবে পাহাড়ি পথে দৌড়াদৌড়ি করতে করতেই আমার বেড়ে ওঠা।S'entrena dur, i això la manté forta i en forma.
33তিনি কঠোর অনুশীলণ করেন যা তাকে ফিট ও শক্তিশালী রাখে।
34তার রোজকার রুটিন হলো, খুব সকালে ঘুম থেকে ওঠা, সকালে এবং বিকেলে ১০-১২ কিলোমিটার করে দৌড়ানো।La seva rutina diària és: alçar-se prompte, córrer entre 10 i 12 quilòmetres al matí i uns altres 10 o12 quilòmetres a la vesprada.
35তাছাড়া তিনি পাহাড়ে ওঠা এবং সাইকেল চালিয়ে থাকেন।També practica l'escalada de muntanya i el ciclisme.
36মীরা রাই এখন ট্রেইল রানিংয়ের খুব পরিচিত নাম। তিনি আল্ট্রা ম্যারাথনিয়ারদের কাছে এক অনুপ্রেরণার নামও।Mira, que ara és un nom reconegut en el trail running, és tota una inspiració per als aspirants a la ultramarató.
37তবে আমাদের ভুলে গেলে চলবে না, লাখ লাখ নেপালি ছেলেমেয়ে পাহাড়ের বিপদজনক পথে প্রতিদিনই মালপত্র নিয়ে ওঠানামা করে। হয়তো এদের মধ্যেই আরো মীরা রাই লুকিয়ে আছে।I cal no oblidar els milions de xics i xiques del Nepal, per als quals el fet de pujar i baixar els perillosos senders de les muntanyes mentre carreguen pes a l'esquena és totalment normal.
38তাদের প্রতি মীরা রাইয়ের মূল্যবান পরামর্শ হলো:Els dóna un valuós consell:
39সুযোগ হলো নদীতে ভেসে যাওয়া পাতার মতো। আপনি যদি সেটিকে দ্রুত ধরে না ফেলেন, তাহলে সেটা চিরতরেই চলে যাবে।‘Una oportunitat és com una fulla en un riu: si no l'agafes a temps, se'n va per a sempre!' - #MiraRai #YoungBodyOldSoul