# | ben | cat |
---|
1 | ২৩৯ জন যাত্রীবাহী মালয়েশীয় বিমান নিখোঁজ | Desapareix un avió malaisi amb 239 persones a bord Malaysia Airlines. |
2 | মালয়েশিয়ান এয়ারলাইন। | Fotografia de planegeezer a Flickr (llicència CC). |
3 | ছবি প্লেনগিজার-এর ফ্লিকার ছবি (সিসি লাইসেন্স) | Tots els enllaços porten a pàgines web en anglès, excepte quan s'indica el contrari. |
4 | গত ৮ মার্চ সারা দুনিয়ার সংবাদ মাধ্যমের খবর ছিল যে চীনগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান নিখোঁজ হয়েছে। | El dissabte 8 de març, mitjans de notícies de tot el món van informar que un avió de Malaysia Airlines amb destinació a la Xina havia desaparegut. |
5 | কুয়ালালামপুর থেকে বেইজিং এর উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইট নম্বর এমএইচ৩৭০ এর যাত্রার এক পর্যায়ে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্তৃপক্ষ এখনও বিমানটির অবস্থান শনাক্ত করতে পারেনি। | El vol MH370, que es dirigia a Pequín des de Kuala Lumpur, va perdre el contacte amb els controladors aeris i, des d'aquell moment, ni les autoritats ni la línia aèria no han aconseguit localitzar l'aeronau. |
6 | বিমানটিতে ২২৭ জন যাত্রী ও ১২ জন কেবিন ক্রু ছিল। | El vol portava a bord 227 passatgers i 12 tripulants de cabina. |
7 | দি গার্ডিয়ান সংবাদপত্রের ভাষ্যমতে ভিয়েতনামের আকাশসীমায় বিমানটি রাডার সংযোগ হারায়। | D'acord amb el diari The Guardian, l'aeronau va perdre el contacte per radar en espai aeri del Vietnam. |
8 | এয়ারলাইনটির ফেসবুক পাতায় বিদ্যমান পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত অনেকগুলো সাম্প্রতিক সংবাদ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির সি ই ও আহামাদ জওহারি ইয়াহিয়া-ও একটি বিবৃতি প্রদান করেছেনঃ | Des d'aleshores, la línia aèria ha publicat diverses actualitzacions sobre la situació a la seva pàgina de Facebook, i fins i tot una declaració del director general, Ahmad Jauhari Yahya: |
9 | আমরা গভীর দুখের সাথে জানাচ্ছি যে রাত ১২:৪১ মিনিটে কুয়ালালামপুর ত্যাগ করা বেইজিং গামী ফ্লাইট নম্বর ৩৭০ -এর সাথে আমরা সকল ধরণের যোগাযোগ হারিয়েছি। | Lamentem profundament haver perdut el contacte amb el vol MH370, que ha partit de Kuala Lumpur amb destinació a Pequín a les 00:41 d'aquest matí. |
10 | বেইজিং এর স্থানীয় সময় সকাল ৬:৩০ মিনিটে বেইজিং আন্তর্জাতিক বিমান বন্দরে বিমানটির অবতরণের জন্য নির্ধারিত ছিল। | Estava previst que l'aeronau aterrés a l'aeroport internacional de Pequín a les 06:30, hora local de Pequín. |
11 | সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল জানায় আজ রাত্র ২:৪০ মিনিটে(মালয়েশিয়ার স্থানীয় সময়) তারা বিমানটির সঙ্গে সংযোগ হারায়। | Els controladors aeris de Subang han informat que el contacte amb l'avió s'ha perdut avui a les 02:40 (hora local de Malàisia). |
12 | ফ্লাইট এমএইচ ৩৭০ বোয়িং বি ৭৭৭-২০০ বিমানের মাধ্যমে পরিচালিত হত। | L'aeronau que operava el vol MH370 era un Boeing B777-200. |
13 | ফ্লাইটটিতে যাত্রী ও ক্রুসহ মোট ২৩৯ জন ছিল - এর মধ্যে ২২৭ জন যাত্রী (২ জন শিশুসহ), ১২ জন ক্রু সদস্য ছিল। | A bord de l'avió viatjava un total de 239 persones entre passatgers i tripulació: 227 passatgers (2 d'ells infants) i 12 membres de la tripulació. |
14 | যাত্রীরা ১৩ টি ভিন্ন দেশের নাগরিক। | Els passatgers eren de 13 nacionalitats diferents. |
15 | বিমানটিকে শনাক্ত করা ও উদ্ধার করার কাজে নিয়োজিত কর্তৃপক্ষের সাথে ইতোমধ্যেই মালয়েশিয়ান এয়ারলাইন্স কাজ শুরু করেছে। | La línia aèria Malaysia Airlines està treballant conjuntament amb les autoritats, que han posat en marxa l'equip de cerca i rescat per localitzar l'aeronau. |
16 | আমাদের দল এর মধ্যেই যাত্রী ও ক্রুদের আত্মীয়-স্বজনের সাথে কথা বলছেন। | El nostre equip s'està posant en contacte els familiars més propers dels passatgers i dels membres de la tripulació. |
17 | এয়ারলাইন আরেকটি সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ঐ বিমানের চালক ক্যাপ্টেন জাহারি আহমাদ শাহ- এর ১৮,৩৬৫ উড্ডয়ন ঘণ্টার অভিজ্ঞতা রয়েছে। | En un altre comunicat de premsa, la línia aèria ha identificat el pilot, el capità Zaharie Ahmad Shah, que té 18.365 hores d'experiència de vol. |
18 | টুইটারে অনেকেই তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেনঃ | Molts usuaris han expressat la seva preocupació a Twitter: |
19 | ৭৭৭-২০০এস কুয়ালালামপুর থেকে সাংহাই গামী মালয়েশীয় এয়ারলাইন্স @এমএএস এ বহুবার ভ্রমন করেছি। | He volat amb Malaysia Airlines @MAS moltes vegades, també en un dels seus 777-200 des de KL cap a Xangai. |
20 | দুঃসময়ে সবার সাথে আমিও চিন্তিত। - পিটার ম্যাকগিনলে (@পিটারম্যাকগিনলে) ৮মার্চ, ২০১৪ | Els meus pensaments estan amb tots vosaltres en aquest moments tan durs. |
21 | মালয়েশীয় বিমান বিধ্বস্ত হওয়ার একাধিক প্রতিবেদন পাওয়া যাচ্ছে কিন্তু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে কিছু বলা হয় নি http://t.co/tE3HWmeNBt তাজাসংবাদ - ক্রিসল দাবু (@ক্রিসলজেজেডদাবু) ৮ মার্চ, ২০১৪ | |
22 | মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট উধাও। ঠিক একারনেই আমি আকাশে উড়তে ভয় পাই - জোনাথন ওলেক (@জোনাথনওলেক) ৮মার্চ,২০১৪ | Hi ha fonts que afirmen que l'avió de Malaysia [Airlines] s'ha estavellat, però no hi ha cap confirmació oficial. |
23 | প্রার্থনা করি যেন মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত না হয় এবং ২৩৯ জন মানুষের সবাই যেন নিরাপদ থাকে- সি০০১০ আর। | La desaparició del vol de la línia aèria Malaysia Airlines és exactament el que m'horroritza de volar. |
24 | (এফ_সিকেওহিওএসটি) ৮মার্চ,২০১৪ বিমান শিল্প ও যারা বিমানে ছিলেন তাঁদের জন্য খুবই দুঃখজনক ঘটনা! | Creuo els dits perquè l'avió de Malaysia Airlines no s'hagi estavellat i les 239 persones a bord estiguin sanes i estàlvies. |
25 | বিবিসি নিউজ- বেইজিং গামী মালয়েশিয়া এয়ারলাইন্স সকল যোগাযোগ হারিয়েছে - স্টেফান চিমালো (@এসচিমালো) ৮ মার্চ, ২০১৪ | Notícies molt impactants per a la indústria de l'aviació i les persones a bord! |
26 | এ ঘটনায় মালয়েশীয় প্রধানমন্ত্রী, নাজিব রাজাক টুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেনঃ | BBC News - Malaysia Airlines perd el contacte amb un avió que es dirigia a Pequín. |
27 | আমার চিন্তা ও প্রার্থনা ফ্লাইট #এমএইচ৩৭০ এর পরিবারের সদস্যদের জন্য। | L'incident fins i tot va provocar una resposta per part del primer ministre malaisi, Najib Razak, a Twitter: |
28 | সকল ধরনের পদক্ষেপ নেয়ার জন্য আমি বলেছি। - মোহাম্মদ নাজিব তুন রাজাক (নাজিবরাজাক) ৮মার্চ, ২০১৪ | Els meus pensaments i oracions estan amb els familiars del vol #MH370. He ordenat que es prenguin totes les mesures possibles. |
29 | বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বিমানটি দক্ষিন চীন সাগরে বিধ্বস্ত হয়েছে, যদিও এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কোন সরকারি ঘোষণা পাওয়া যায় নি। | Reuters ha informat que l'avió s'ha estavellat al mar de la Xina Meridional, però al moment d'escriure aquestes línies encara no s'ha fet cap declaració oficinal. |