# | ben | cat |
---|
1 | ভেনেজুয়েলায় নির্বাচন পরবর্তী উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে | La tensió augmenta a Veneçuela després de les eleccions |
2 | [বর্ননা ব্যাতীত সকল লিঙ্কই স্প্যানীশ ভাষায়] হুগো শ্যাভেজের মৃত্যু পরবর্তী নির্বাচন ফলাফলে [ইংরেজি] নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিকোলাস মাদুরো এবং হেনরিখ ক্যাপরিলেস রাদোনস্কির সমর্থকদের মধ্যে উত্তেজনা তীব্রতর হচ্ছে। | Els resultats [es] de les eleccions posteriors a la mort d'Hugo Chávez, en les quals Nicolás Maduro i Henrique Capriles Radonski van mesurar el suport dels seus seguidors, estan en l'origen d'unes tensions que van en augment. |
3 | প্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি হিসেবে মাদুরোর নাম ঘোষণার পরপরেই গণপ্রতিবাদের আহ্বান জানানো হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট পূনঃগণনার দাবি ক্রমশঃ জোরালো হচ্ছে। | Paral·lelament a la proclamació de Nicolás Maduro com a nou president de la República, les crides a protestar i a recomptar el vots es multipliquen a les xarxes socials. |
4 | একঘণ্টার মধ্যেই উভয় প্রার্থীর সমর্থকরা তাঁদের সমর্থনে বিক্ষোভের ছবি, ভোটের অনিয়মের ঘটনা টুইট করে ভেনেজুয়েলার টুইটারে প্রাধান্য বিস্তার করেছে। | En qüestió d'hores fotografies de protestes, tuits de suport a tots dos representants i denúncies sobre les irregularitats durant las eleccions han esdevingut trending topics de Twitter a Veneçuela. |
5 | সাংবাদিক ইন্তি একেভেদো (@ইন্তি) মন্তব্য করেনঃ | El periodista Inti Acevedo (@inti) comentava: |
6 | @ইন্তি: ঘণ্টায় ঘণ্টায় ভেনেজুয়েলার পরিস্থিতি জটিলতর হচ্ছে, বিভিন্ন ধরণের হাজারো সংঘর্ষের গুজব (অসমর্থিত) শোনা যাচ্ছে। | @inti: La situación en Venezuela tiende a ponerse más compleja con las horas, muchísimos rumores (no confirmados) de mil situaciones distintas. |
7 | ক্যারাকাস থেকে লিলিয়ানা ওচোয়া (@লিলিওব) সেনা নিয়োজনের ছবি শেয়ার করেছেন। | Mentrestant, des de Caracas, Liliana Ochoa (@liliob) va compartir una foto en què es veu el desplegament de forces militars: |
8 | @লিলিওব: এফ সি ও (ফ্রান্সিস্কো ফাজারদো) হাইওয়ে এইমুহূর্তে ঠিক এমনটাই দেখা যাচ্ছে। | @liliob: La autopista fco fajardo esta asi justo ahora. |
9 | ছবি @এন্ড্রুইভাম১৮ pic.twitter.com/DnXydf67wf | Foto por @andreavmm18 pic.twitter.com/DnXydf67wf” |
10 | ছবি @এন্ড্রুইভাম১৮, @লিলিওব কর্তৃক টুইটারে শেয়ারকৃত | Foto de @andreavmm18, compartida per @liliob a Twitter. |
11 | একই সময়ে ভালেন্সিয়ার এ ছবিটি আনাস লা রিভা তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেনঃ | Al mateix temps, des de la ciutat de València, Anaÿs La Riva pujà aquesta foto al seu perfil de Facebook: |
12 | ভেলেন্সিয়াতে প্রতিবাদ। | Protesta a València. |
13 | ছবি আনাস লা রিভার ফেসবুক প্রোফাইল থেকে শেয়ারকৃত | Foto compartida per Anaÿs La Riva al seu perfil de Facebook. |
14 | এর অল্পক্ষণ পরেই হুগো লণ্ডনো (@হুগুইতো) তাঁর টুইটার একাউন্ট থেকে জানানঃ | Poc després, Hugo Londoño (@huguito) va informar des del seu compte de Twitter: |
15 | @হুগুইতো: এই মুহূর্তে ভেনেজুয়েলায় সি এন ই [জাতীয় নির্বাচন কাউন্সিল] মাদুরোকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিল; সি এন ই-এর প্রধান কার্যালয়ের সামনে মিছিল শুরু হয়েছে, কান ঝালাপালা করা তীব্র শব্দ | @huguito: En Venezuela, en este momento el CNE [Consejo Nacional Electoral] proclama a Maduro como presidente, hay disturbios y protestas en centro CNE del país, suenan cacerolas |
16 | “ টুপামারোস” নামে পরিচিত একটি দল দেশের পশ্চিমাংশের মেরিদা শহরে আসার পরপর সকাল থেকে দিনব্যাপী সহিংস ঘটনা ঘটে। টমাস ফার্নান্দেজ (@টমাসনোমাস২৯ ) এ বিষয়ে একাধিক প্রতিবেদন শেয়ার করেনঃ | Tomás Fernández (@Tomasnomas29) va compartir diversos informes dels esclats de violència que tingueren lloc al matí i al llarg del dia a la ciutat de Mèrida, a l'oest del país, després de l'arribada de grups coneguts com “Tupamaros”: |
17 | @টমাসনোমাস২৯: লিসিও লিবারেটর (উচ্চ বিদ্যালয়) এ আমাদের সাহায্য করুন দয়া করে!! | @Tomasnomas29: AUXILIOOO en el liceo libertador PORFAVOR!! |
18 | দয়া করে সংবাদটি ছড়িয়ে দিন! | Difundanlo! |
19 | টুপামারোসরা ভোট গণনায় বাধা দিচ্ছে! | Los tupamaros no dejan hacer el conteo! |
20 | ভেনেজুয়েলা জুড়ে এ বাক্য পৌছে দিন! | Que esto llegue a toda Venezuela! |
21 | ছড়িয়ে দিন | DIFUNDE. |
22 | সেবাস্টিন বারেজ (@সেবাস্টিয়ানাবি) রিপোর্ট করেনঃ | En aquest sentit, informava també Sebastiana Barráez (@SebastianaB): |
23 | @সেবাস্টিয়ানাবিঃ তাচিরাতে রাস্তাগুলো গাড়ি দিয়ে ঘেরা; মেরিদাতে তুপামারোসরা ভয় দেখাচ্ছে আর বারিয়ান্সে তারা রাস্তায় প্রতিবাদ জানাচ্ছে | @SebastianaB: En Tachira hay tanquetas en la calle, en Merida los Tupamaros salieron a amedrentar, en Barinas hay protestas en la calle |
24 | আগত ঘণ্টাগুলোতে দু পক্ষ থেকেই রাস্তায় বিক্ষোভের আহ্বান অব্যাহত থাকবে বলে আশা করা যায়। | En les pròximes hores, continuaran les protestes i les crides a l'acció al carrer per part d'ambdós bàndols polítics. |
25 | তথ্য জানানোর জন্য এবং মন্তব্য করার জন্য ভেনেজুয়েলার হ্যাসট্যাগ নাগরিকেরা নিচের এ টুইটার একাউন্টগুলো ব্যবহার করছেন #CaprilesGanóTibisayMintió; #ElPuebloHablóMaduroGanó; #NicolásElDerrotadoEresTú; #CacerolazoALas8; #ConteoVotoPorVotoYA; এবং Mañana al CNE. | Les etiquetes amb què els ciutadans informen i opinen poden trobar-se en les tendències veneçolanes a Twitter: #CaprilesGanóTibisayMintió; #ElPuebloHablóMaduroGanó; #NicolásElDerrotadoEresTú; #CacerolazoALas8; #ConteoVotoPorVotoYA; i Mañana al CNE. |