Sentence alignment for gv-ben-20121221-34127.xml (html) - gv-cat-20121218-3714.xml (html)

#bencat
1কাতালোনিয়া: স্পেন থেকে স্বাধীন হয়ে কী করবে?Catalunya: Independència d'Espanya per a fer què?
2এই পোস্টটি আমাদের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা সংক্রান্ত কভারেজের অংশ।Aquest article forma part de la nostra cobertura sobre Relacions Internacionals i Seguretat.
3১১ই সেপ্টেম্বর, ২০১১ তারিখে ভায়া লাইয়েতানা'তে (বার্সেলোনা) স্বাধীনতার জন্যে সমাবেশ।La manifestació independentista de l'11 de setembre de 2012 a la Via Laietana.
4উইকিমিডিয়া কমন্সে লোহান১১ (সিসি বাই-এসএ ৩.Per Lohen11 a Wikimedia Commons (CC BY-SA 3.0)
5০) ২৫শে নভেম্বর, ২০১২ কাতালানরা একটি তাৎক্ষণিক আঞ্চলিক নির্বাচনের জন্য ভোটের দিকে অগ্রসর হয়েছে। স্বাধীনতার জন্যে বার্সেলোনাতে সংঘটিত একটি বিশাল সমাবেশের মাত্র দুই মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।El 25 de novembre del 2012, els catalans van anar a votar en unes eleccions avançades que van tindre lloc només dos mesos després de la multitudinària manifestació independentista de l'11S a Barcelona.
6ভোট প্রদানকারীদের সংখ্যা ৩০ বছরের সর্বোচ্চ প্রায় ৭০%-এ উন্নীত হয়েছিল এবং আত্মনির্ধারণের (সিআইইউ-ইআরসি-আইসিভি-সিইউপি) জন্যে একটি গণভোট অনুষ্ঠানের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ চারটি রাজনৈতিক দল রক্ষণশীলদের (পিএসসি-পিপি-সি) চেয়ে দ্বিগুণের বেশি আসন লাভ করেছে।La participació electoral va assolir el 70%, la més alta en 30 anys de democràcia, i els quatre partits polítics que estan d'acord a celebrar un referèndum sobre l'autodeterminació (CiU-ERC-ICV-CUP) van aconseguir més del doble d'escons que els partits que defensen l'status quo (PSC-PP-C's).
7তাৎপর্যপূর্ণভাবে, কাতালোনিয়ার প্রধান দু'টি দল - শাসক মধ্য-ডানপন্থী সিআইইউ এবং সমাজতান্ত্রিক পিএসসি - শোচনীয়ভাবে পিছিয়ে যায়।A més, els dos partits tradicionalment majoritaris, el governant de centre-dreta CiU i el socialista PSC van rebre un dur revés.
8সেই অনুসারে, মনে হচ্ছে কাতালোনিয়া এখন বাকি স্পেনের সঙ্গে তার বন্ধন সম্পর্কে একটি গণভোটের দিকে যাচ্ছে এবং তারা প্রধান রাজনৈতিক দলগুলোর মাধ্যমে প্রক্রিয়াটি পরিচালনায় বিশ্বাস করে না।Sembla doncs que Catalunya està de camí a un referèndum per decidir sobre la seua relació amb Espanya, i que no confia en els partits majoritaris per liderar el procés.
9স্পেন অবশ্য কাতালানদের ভোট প্রদানের কাজটি সহজ করবে না, যেহেতু ফ্রান্সিসকো ফ্রাংকোর স্বৈরশাসনের পতনের পর ১৯৭৮ সালে লিখিত দেশটির সংবিধানে স্পেনকে বিভক্ত করার যে কোন প্রচেষ্টা অবৈধ বিবেচিত।Espanya, tanmateix, no els ho posarà fàcil als catalans, ja que qualsevol intent de dividir Espanya pot considerar-se il·legal sota la Constitució, escrita el 1978 després de la caiguda de la dictadura de Francisco Franco.
10সাংস্কৃতিক পার্থক্যের কথা বাদ দিলেও অনেক কাতালান স্বাধীনতার প্রতি আকৃষ্ট বোধ করছে কারণ এটি তাদেরকে আরো দক্ষ, গণতান্ত্রিক, স্বচ্ছ এবং উদ্ভাবনী একটি নতুন রাষ্ট্র নির্মাণের সুযোগ প্রদান করবে।Deixant de banda les diferències culturals, molts catalans se senten atrets per la independència perquè oferiria oportunitats per construir un estat nou més eficient, democràtic, transparent i innovador.
11একটি স্বাধীন কাতালোনিয়া সদা অর্থনৈতিক সংকট, অস্বচ্ছতা এবং পৃষ্ঠপোষিত রাজনীতি আক্রান্ত আজকের স্পেন থেকে অনেক আলাদা হতে পারে।Una Catalunya independent podria ser molt diferent de l'Espanya actual, on l'opacitat i el clientelisme són sovint denunciades com dinàmiques rutinàries.
12তবে একটি স্বাধীন কাতালোনিয়া কী ১৯৭০ এর দশকের শেষ ভাগ থেকে স্পেনে আধিপত্যশীল প্রাতিষ্ঠানিক গতিশীলতার ভাঙ্গনে নেতৃত্ব দিতে পারে?Però podria el procés cap a la independència trencar aquestes dinàmiques sistèmiques que han dominat Espanya des de finals dels anys 70?
13আশাবাদীরা তাই বিশ্বাস করে।Els optimistes creuen que sí.
14উদাহরণস্বরূপ, একটি স্বাধীন কাতালোনিয়ার অর্থনৈতিক সম্ভাব্যতা ব্যাপকভাবে আলোচিত এবং সেটা ততদিন পর্যন্ত সম্ভব যতদিন সামান্য কয়েকটি বাণিজ্য বাধা থাকবে।Se n'ha parlat molt ja de la viabilitat econòmica d'una Catalunya independent, que es considera possible mentre no hi haja un bloqueig al comerç.
15তবে সম্ভাব্যতা শুধু যথেষ্ট সম্পদ থাকার ব্যাপার নয়।Però la viabilitat no és només tindre recursos suficients.
16একটি কাতালান সংবাদপত্রের উপসম্পাদকীয়তে অর্থনীতিবিদ ইয়োর্দি গালির লেখা অনুবাদ করেছে উইলসন উদ্যোগ:En un article d'opinió publicat a La Vanguardia i traduit a l'anglés pel Col·lectiu Wilson, l'economista Jordi Galí va escriure:
17এই প্রতিবেদন [“বিশ্বব্যাংকের ব্যবসা”] এবং বিশ্বব্যাংকের প্রতিযোগিতামূলক প্রতিবেদনের মতো একইধরনের অন্য কোনটি কোনো ব্যবসা ব্যবস্থাপকের জন্যে যা প্রয়োজন শুধু সেটা নিশ্চিত করে: উৎপাদনশীলতার উপর ভিত্তি করে সম্পদ সৃষ্টির আদর্শ পরিস্থিতি থেকে স্প্যানিশ প্রাতিষ্ঠানিক পরিকাঠামো অনেক দূরে রয়েছে।Aquest informe [‘Doing Business', del Banc Mundial], i d'altres semblants, com el World Competitiveness Report, no fan altra cosa que confirmar el que és evident per a qualsevol empresari: el marc institucional espanyol està lluny de ser el més adequat per a la generació de riquesa basada en l'activitat productiva.
18সুতরাং গোড়া থেকে একটি নতুন রাস্ট্র নির্মাণ অতীতের ভারমুক্ত ভবিষ্যতমুখী একটি উচ্চাভিলাষী এবং আকর্ষক প্রক্রিয়া শুরু করার অনন্য সুযোগ সৃষ্টি করে।La construcció d'un nou Estat ofereix, en aquest sentit, una oportunitat única per fer creu i ratlla i iniciar un procés ambiciós i engrescador que miri endavant sense la càrrega del passat.
19কিন্তু পৃষ্ঠপোষিত রাজনীতি ভিত্তিক একটি সমাজ কিভাবে উৎপাদনশীল হতে পারে?Però com de productiva pot ser una societat basada en l'opacitat i el clientelisme?
20এসমোগলু এবং রবিনসন লিখিত জাতি কেন ব্যর্থ হয় বই থেকে অনুপ্রেরণা গ্রহণ করে এদ্রিয়া এলসিনা কাতালোনিয়ার ক্ষমতার কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে ই-নোটিসিসে[কাতালান ভাষায়] লিখেছেন:Inspirant-se en el llibre Why Nations Fail [es] d'Acemoglu i Robinson, Adrià Alsina escriu a e-notícies [ca] sobre la necessitat de canviar les estructures de poder de Catalunya:
21শোষক অভিজাতরা সরকারী ক্ষমতা এবং বড় বড় পরিষেবা কোম্পানীগুলো নিয়ন্ত্রণ করে একটি সামাজিক শ্রেণী গঠণ করে ঠিক পোষক থেকে পরজীবীর মতো করে দেশ থেকে সম্পদ শুঁষে নেয়।Les elits extractives controlen el poder públic i les grans empreses de serveis, i formen una casta que absorbeix la riquesa del país tal com faria un paràsit amb el seu hoste.
22তারা একে জাতীয় স্বার্থ, সরকারী পরিষেবা বা স্থানীয় শিল্পের সুরক্ষার ছদ্মাবরণ দিলেও তা সবসময় সংখ্যাগরিষ্ঠের স্বার্থের উপর সংখ্যালঘুর সুবিধার সেই একই সুরক্ষায় পর্যবসিত হয়।Ho disfressen d'interès nacional, servei públic o protecció de la indústria local, però sempre es tracta de la mateixa protecció de privilegis minoritaris per davant dels interessos de la majoria.
23একটি ফলোআপ নিবন্ধে [কাতালান ভাষায়] তিনি বলেছেন:En un article posterior, afegeix:
24নিজস্ব রাষ্ট্রে পৌঁছাতে পারলে কাতালোনিয়া এই জোয়াল থেকে পরিত্রাণ লাভের সুযোগ। তবে এটা শুধুমাত্র কিছু শোষক অভিজাতের প্রতিস্থাপনও হতে পারে।Si Catalunya assoleix l'estat propi, tindrà l'oportunitat de desfer-se d'aquest jou, però també podria ser que simplement substituís unes elits extractives per unes altres.
25… আগামী বছরগুলোতে আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিজাতদের মধ্যেকার যে ভয়ানক অশুভ আঁতাত আমাদেরকে বিপর্যয়ের নিয়ে যাওয়া এই কাঠামোটি পাল্টানোর সুযোগ রয়েছে।…I aquesta estructura és la que tenim l'oportunitat de canviar en els propers anys: La desastrosa connivència entre elits econòmiques i polítiques que ens ha portat al desastre.
26রাজনীতিবিদ এবং নির্মাণ ব্যবসায়ীদের সেবাদানকারী আধা-সরকারী ব্যাংকগুলির অর্থায়ণপুষ্ট জমি ও গৃহায়ণ ব্যবসার বুদ্বুদের বিপরীতে অধিকাংশ কাতালান কোম্পানীগুলো এখনো ফ্রাংকোর আমলে পড়ে রয়েছে।A la bombolla immobiliària finançada per bancs semi-públics al servei dels polítics i dels constructors, a que la majoria de grans empreses catalanes encara datin de l'època de Franco. Alguns dubten que aquests canvis estructurals siguen possibles amb CiU al capdavant del procés.
27প্রক্রিয়াটি প্রধান মধ্য-ডানপন্থী পার্টি সিআইইউ'র নেতৃত্বাধীন থাকায় কেউ কেউ সন্দেহ করেন এই কাঠামোগত পরিবর্তন সম্ভব কিনা।Per exemple, el bloc i compte de Tuiter CiU ens Roba, amb 6,870 seguidors, diu al seu perfil de Tuiter: Catalunya es mereix una independència sense lladres.
28উদাহরণস্বরূপ, ৬,৮১০ জন অনুসরণকারী সম্বলিত ব্লগ এবং টুইটার একাউন্ট @সিআইইউয়েন্সরবা(‘সিআইইউ আমাদের লুণ্ঠন করছে') এর টুইটার প্রোফাইল বর্ণনায় বলেছে:CiU ens ha robat llibertats, sobirania, identitat, benestar… i ho continuarà fent! Altres adverteixen que acabar amb les dinàmiques corruptes en general és molt més urgent que la independència d'Espanya en si mateixa.
29কাতালোনিয়া চোরমুক্ত একটি স্বাধীনতার দাবিদার। সিআইইউ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরিচয়, কল্যাণ… চুরি করেছে এবং এটা করতে থাকবে!@Moragasanti: Al Oasi catala no hi han Datils (pel poble, clar) Volem la Independencia, pero amb la motxilla de la nostra corrupció política A sobre?
30অন্যরা যুক্তি তুলে ধরেছে যে স্পেন থেকে স্বাধীনতার চেয়ে দুর্নীতির অবসান সাধারণভাবে আরো অনেক বেশি জরুরী।Bdia @afarrasc: Els jutges han esperat el #25N+2 x imputar dirigents PSC per presumpta corrupció La indèpendència judicial és més urgent que la de Catalunya
31@মোরাগাসান্তি: কাতালান মরুদ্যানে (জনগণের জন্যে অবশ্যই) খুর্মা-খেজুর নেই।Un procés d'independència sacsejaria l'ordre polític i econòmic de Catalunya.
32আমরা স্বাধীনতা চাই, কিন্তু আমাদের পিঠে রাজনৈতিক দুর্নীতির সেই থলে বহন করবো কী?Tanmateix, caldrà molt més que un referèndum per a sacsejar les dinàmiques socials i de poder. Podria, però, ser un primer pas?
33@আফারাস্ক: কথিত দুর্নীতিতে পিএসসি নেতাদের অভিযুক্ত করতে ম্যাজিস্ট্রেটরা #২৫ন+২ (দিন) পর্যন্ত অপেক্ষা করেছে কাতালোনিয়ার চেয়ে বিচার বিভাগীয় স্বাধীনতা বেশি জরুরী স্বাধীনতার একটি প্রক্রিয়া অঞ্চলটির রাজনৈতিক এবং অর্থনৈতিক শৃংখলে নাড়া দিবে।Aquest article i les seues traduccions a l'espanyol, l'àrab i el francés han estat encarregades per la International Security Network (ISN) com a part d'una col·laboracio per a recollir opinions sobre relacions internacionals i qüestions de seguretat de ciutadans d'arreu del món.
34তবে, সামাজিক এবং ক্ষমতার গতিপ্রকৃতিতে নাড়া দিতে একটি গণভোটের চেয়ে অনেক বড় কিছু দরকার। এটা কী একটা প্রথম পদক্ষেপ হতে পারে?Aquest article es va publicar en primer lloc al bloc de l'ISN, podeu trobar altres articles semblants ací.