Sentence alignment for gv-ben-20120803-29669.xml (html) - gv-cat-20120731-2521.xml (html)

#bencat
1থাইল্যান্ড: জাতীয় পুনর্মিত্রতার জন্য ডোনাটTailàndia: Dònuts per a la Reconciliació Nacional
2থাইল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট থাকসিন সিনাওয়াত্রার ৬৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে তার সমর্থকরা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ৬৪ হাজার ডোনাট বিতরণ করে।Els partidaris de l'exprimer ministre tailandès Thaksin Shinawatra van celebrar el seu 64è aniversari distribuint 64.000 dònuts entre els nens desfavorits.
3এই উপহার বিতরণ কার্যক্রম ৩রা আগস্ট পর্যন্ত চলবে।El repartiment de regals es prolongarà fins el 3 d'agost.
4২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে থাকসিন সরকারের পতন ঘটে। দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে তিনি বিদেশে নির্বাসনে আছেন।Thaksin fou enderrocat per un colp d'estat el 2006 i d'ençà ha romàs a l'exili per evitar la detenció, després d'haver estat condemnat per diversos càrrecs de corrupció.
5থাকসিন অভিযোগ করে আসছেন, থাইল্যান্ডে তিনি ন্যায় বিচার পাবেন না।Thaksin al·lega que no tindria un judici just a Tailàndia.
6থাকসিনের অনেক সমর্থকই রেড শার্ট আন্দোলনে সক্রিয় কর্মী ছিলেন, যারা অভিজিত ভিজ্জাভিজা প্রশাসনের তুমুল বিরোধীতা করেছিল।Molts dels seguidors de Thaksin van esdevenir membres i líders del moviment dels «Camises Roges», que es va oposar agressivament a l'administració d'Abhisit Vejjajiva.
7২০১০ সালে রেড শার্ট কর্মীরা রাজপথে ব্যাপক আন্দোলনে নামলে পুলিশের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।Els «Camises Roges» van mamprendre el 2010 protestes al carrer de caràcter provocador, que acabaren en xocs violents amb la policia.
8অভিজিতের দল গত নির্বাচনে হেরে যায়।El partit d'Abihisit va perdre les eleccions del darrer any.
9নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন থাকসিনের ছোটবোন ইংলাক সিনাওয়াত্রা।L'actual primera ministra és Yingluck Shinawatra [es], germana menor de Thaksin.
10থাকসিনের ‘একতা' বার্তা সম্বলিত এক বাক্স ডোনাট।La capsa de dònuts gratuïts conté un missatge d'unitat de Thaksin.
11ছবি নেয়া হয়েছে টিকডোর থেকে।Foto de Teakdoor.
12দীর্ঘ এক বছরের রাজনৈতিক সংঘর্ষের পর থাইল্যান্ডের একতার জন্য সংসদের কয়েকটি ‘পুনর্মিত্রতা বিল' প্রস্তাব করা হয়।Per tal de promoure la unitat després d'anys de profunds conflictes polítics, s'han proposat diversos «projectes de reconciliació» [en] al Parlament.
13যদিও কিছু সমালোচক ‘পুনর্মিত্রতা বিল'কে ‘সাধারণ ক্ষমা' হিসেবে অভিহিত করেছেন।
14তার এও অভিযোগ করেছেন, এর মাধ্যমে যেসব সরকারি কর্মকর্তা আগে অপরাধ করেছেন তাদের পুনর্বাসন করা হবে।Tanmateix, alguns crítics han descrit els «projectes de reconciliació» com «projectes d'amnistia», que exonerarien els dirigents públics que van cometre crims en el passat.
15এই ‘ফ্রি ডোনাট' প্রচারণা কার্যক্রম হাতে নিয়েছে রেড শার্ট নেতৃত্ব যারা এটিকে ‘জাতীয় পুনর্মিত্রতা এবং একতা' বলে অভিহিত করেছেন।La campanya «dònuts gratis» fou iniciada per líders dels «Camises Roges» que, a més, ho descriuen com un «gest de reconciliació nacional» i unitat.
16ফ্রি ডোনাট বাক্সে থাকসিন একটি বার্তা দিয়েছেন:Les capses de dònuts gratuïts contenien un missatge de Thaksin:
17আমার জন্মদিন উপলক্ষে আপনারা ভালোবাসা, আনন্দ এবং ঐক্যের বন্ধনে থাকুন।Amb motiu del meu aniversari, que l'amor, la dolçor i l'harmonia siguen amb vosaltres.
18পুলিশ লেফটেন্যান্ট কর্নেল থাকসিন, জুলাই ২৬, ২০১২।Amb amor i afecte, Tt. Cor. Pol. Thaksin Shinawatra, 26 de juliol de 2012.
19প্রচারণা কার্যক্রমটি কাণ্ডজ্ঞানহীন বলে মনে করেন দ্য লস্ট বয়:The Lost Boy [en] creu que la campanya és irresponsable:
20সুবিধাবঞ্চিত শিশু ও লোকদের মাঝে ডোনাট বিতরণ আমাকে অবাক করেছে। বিশেষ করে বাচ্চাদের মাঝে।El que em va colpir de tot això va ser que no té cap sentit donar capses de dònuts als «adults i nens desfavorits» - especialment als xiquets!
21ডোনাট মিষ্টি জাতীয় একটি খাদ্য।Els dònuts són generalment dolços.
22দরিদ্র-সুবিধাবঞ্চিত শিশুদের দাঁতের স্বাস্থ্য খুবই খারাপ।L'atenció mèdica bucodental entre els desvalguts és generalment pobre.
23এটা নিশ্চিত যে, দরিদ্র শিশুরা এই মিষ্টি উপহারটি লুফে নিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে দরিদ্র শিশুদের এক বক্স ডোনাট দেয়া উপহাস স্বরূপ।És cert, la gent probablement gaudirà en rebre aquests regals ensucrats, però, en última instància, animar la gent pobra a cruspir-se capses plenes de dònuts és irresponsable i senzillament ridícul.
24এটা দায়িত্বজ্ঞানহীন এবং অর্থহীন। আপনি সুবিধাবঞ্চিত লোকদের উপকার করতে চান, তাদের টুথপেস্ট বা চালের মতো দরকারি কিছু দিন।Si hom vol realment ajudar les comunitats desfavorides, cal donar-los quelcom d'útil, com pasta de dents o arròs.
25নিচে টুইটারে কিছু প্রতিক্রিয়া:De Twitter, algunes reaccions dessota:
26@ফ্যাট্টিক্কিয়োলি : #থাইল্যান্ড উপহার সংস্কৃতি আরটি @টুলসাথি: থাকসিন গভর্নমেন্ট হাউস রিপোর্টারসহ থাইল্যান্ডবাসীর জন্য ৬৪ হাজার বার্থডে ডোনাট পাঠিয়েছেন।@fratticcioli #Thailand Gift Culture [#Cultura del Regal de Tailàndia] RT @tulsathit: #Thaksin ha enviat 64.000 dònuts d'aniversari a tota la nació tailandesa, incloent-hi els periodistes de la Casa de Govern
27@টুলসাথি: থাকসিনের ডোনাট বাক্স এসেছে থাকসিনের মুখচ্ছবিসহ ভালোবাসা দিবসের মতো উপহার বক্সে। এটা বার্তা দেয়া হয়েছে- “আপনারা ভালোবাসা, আনন্দ এবং ঐক্যের বন্ধনে থাকুন।”@tulsathit Els dònuts de Thaksin es presenten en capses estil Sant Valentí amb el seu rostre en elles i un missatge «Deixeu-me donar-vos amor, dolçor i unitat.
28@ লুকেন্থ: তাদের কেক খেতে দাও অথবা ডোনাট।@LukeInTH Deixeu-los menjar pastís! o dònuts.
29#ক্যানন্টমেকদিসশিটআপ #টিআইটি।#cantmakethisshitup [#nopotserinventat] #TIT
30@জেমিমক: আমি একটি থাকসিন ডোনাট চাই।@JamieMonk Vull un dònut Thaksin.
31অনলাই ফোরামে নিচের মন্তব্যগুলো এসেছে।Dessota hi ha alguns comentaris extrets de fòrums en línia.
32দ্য পাকনাম ওয়েব ফোরামে খনরাই ডায়াবেটিকের মতো বড়ো সমস্যার জায়গায় ডোনাট বিতরণ নিয়ে বলেছেন:Khonrai [en] va escriure al Paknam Web Forum sobre la ironia de distribuir dònuts en un país on la diabetis és un problema greu:
33দেশে ডায়াবেটিক একটা বড় স্বাস্থ্যগত সমস্যা। সেখানে তারা ডোনাট দিচ্ছে।En un país on prolifera la diabetis i és un important problema de salut. regalen dònuts
34ওরিয়েন্ট এক্সপ্যাট ফোরামে স্কাইড্রাইভার৭৭৭ ডোনাট বক্সে অন্য বার্তা দেয়ার পরামর্শ দিয়েছেন:Al fòrum Orient Expat [expatriats d'Orient], skydiver777 [en] suggereix un text alternatiu per a les capses de dònuts:
35ডোনাট গোলাপি [লাল না?] বক্সে থাকবে, তার উপরে লেখা হবে; এই একতাবদ্ধ ডোনাটগুলো হৃদয় থেকে উত্সারিত।Els dònuts aniran en capses roses [no roges?], sobre les quals s'imprimirà; Dònuts per a la unitat de tot cor.
36তাড়াতাড়ি এটা খেয়ে ফেলুন।Per favor, consumiu immediatament.
37এছাড়াও এর নিচে সম্ভবত এটাও মুদ্রিত থাকতে পারে; বাক্স ছুড়ে ফেলবেন না।Potser dessota s'hi hauria d'imprimir també; No llenceu aquesta capsa.
38এতে আমার ছবি আছে।Té la meua foto.
39পাতায়া-লাইভ ফোরামে ব্রুস ম্যাঙ্গোস্টিন ডোনাট কিভাবে গরীবদের সাহায্য করতে পারে, সেটা ব্যাখ্যা করেছেন:Al fòrum Pattaya-Live, Bruce Mangosteen [en] explica com els dònuts «ajudaran» els pobres:
40অবশ্যই ডোনাটগুলি বেশ ভালো সাহায্য করবে।Bé, segurament els dònuts seran de gran ajuda.
41মনে করুন বক্সের ভেতরে ১ হাজার টাকার নোট সিদ্ধ করা আছে।Pressuposant que s'hagen enfornat amb bitllets de 1000 bahts a dintre. :)
42এই প্রচারণা সম্পর্কে নেটিজেনদের মন্তব্য নিচে দেয়া হলো:A sota, comentaris [en] de ciberciutadans sobre la campanya:
43জ্যাকস্প্রাট: বিল গেটস এবং ওয়ারেন বাফেট দু:স্থদের সাহায্যে বিলিয়ন ডলার অর্থ সাহায্য করে।jacksprat: Bill Gates i Warren Buffet han donat bilions de dòlars americans a organitzacions benèfiques.
44থাকসিন ডোনাট দিয়েছেন।Thaksin regala dònuts.
45ব্লুবিকেকে: আপনি যদি দেশ থেকে কোটি কোটি মেরে নিয়ে লাল শিবিরকে শান্ত করতে মাত্র কয়েক বক্স হাস্যকর ডোনাট দেন, তাহলে আপনার কী পরিমাণ বুদ্ধি আছে, তা সবাই বুঝবে।bluebkk: Si robes bilions al país, unes capses de dònuts ridículs no són més que un truc per apaivagar els pobles rojos i qualsevol altre amb semblant nivell d'intel·ligència!
46ওয়াটার্স: আমি আমার বাচ্চাদের এই ডোনাট খেতে দেব না।waters: No deixaré que els meus fills mengen eixos dònuts!
47আমার ভয় করছে যে, এই ডোনাট খেলে তাদের চেহারায় হাস্যকর ভাব চলে আসবে। এমনকি তারা লাল পোশাক পরতে শুরু করবে, তাদের আগের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা চাইবে।Tinc el temor infundat que després de menjar un d'aquests dònuts, es quedaran amb cara de mussol, començaran a vestir de roig, i aviat demanaran amnistia per a un fugitiu corrupte.
48আমি এর পরিবর্তে তাদের স্বাস্থ্যকর কিছু খেতে দেব।Millor els deixaré menjar alguna cosa saludable.
49নোসারপ্রাইজ: ৬৪ হাজার ডোনাটের দাম ২ মিলিয়ন বাথ (টাকা)।nosurprise: 64.000 dònuts tenen un cost aproximat de 2 milions de bahts.
50একবার ভাবুন এই টাকাগুলো জনপ্রিয়তার মোহে পড়ে অহেতুক খরচ না করে এর পরিবর্তে সুবিধাবঞ্চিতদের সাহায্য করা যেত।Penseu per un moment quantes coses bones s'hagueren pogut fer amb aquests diners pels desafavorits si s'hagueren usat sàviament, en lloc d'aquest immadur ardit populista.
51ডাউ: থাকসিন একতার জন্য ডোনাট বিলি না করে আদালতে যেতে পারতেন।dao: Si Thaksin anara a judici, promouria més unitat que els dònuts.
52হায় আল্লাহ!Oh, Déu meu.