Sentence alignment for gv-ben-20130417-36027.xml (html) - gv-cat-20130417-5398.xml (html)

#bencat
1ভেনেজুয়েলায় নির্বাচন পরবর্তী উদ্বেগ বৃদ্ধি পাচ্ছেLa tensió augmenta a Veneçuela després de les eleccions
2[বর্ননা ব্যাতীত সকল লিঙ্কই স্প্যানীশ ভাষায়] হুগো শ্যাভেজের মৃত্যু পরবর্তী নির্বাচন ফলাফলে [ইংরেজি] নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিকোলাস মাদুরো এবং হেনরিখ ক্যাপরিলেস রাদোনস্কির সমর্থকদের মধ্যে উত্তেজনা তীব্রতর হচ্ছে।Els resultats [es] de les eleccions posteriors a la mort d'Hugo Chávez, en les quals Nicolás Maduro i Henrique Capriles Radonski van mesurar el suport dels seus seguidors, estan en l'origen d'unes tensions que van en augment.
3প্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি হিসেবে মাদুরোর নাম ঘোষণার পরপরেই গণপ্রতিবাদের আহ্বান জানানো হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট পূনঃগণনার দাবি ক্রমশঃ জোরালো হচ্ছে।Paral·lelament a la proclamació de Nicolás Maduro com a nou president de la República, les crides a protestar i a recomptar el vots es multipliquen a les xarxes socials.
4একঘণ্টার মধ্যেই উভয় প্রার্থীর সমর্থকরা তাঁদের সমর্থনে বিক্ষোভের ছবি, ভোটের অনিয়মের ঘটনা টুইট করে ভেনেজুয়েলার টুইটারে প্রাধান্য বিস্তার করেছে।En qüestió d'hores fotografies de protestes, tuits de suport a tots dos representants i denúncies sobre les irregularitats durant las eleccions han esdevingut trending topics de Twitter a Veneçuela.
5সাংবাদিক ইন্তি একেভেদো (@ইন্তি) মন্তব্য করেনঃEl periodista Inti Acevedo (@inti) comentava:
6@ইন্তি: ঘণ্টায় ঘণ্টায় ভেনেজুয়েলার পরিস্থিতি জটিলতর হচ্ছে, বিভিন্ন ধরণের হাজারো সংঘর্ষের গুজব (অসমর্থিত) শোনা যাচ্ছে।@inti: La situación en Venezuela tiende a ponerse más compleja con las horas, muchísimos rumores (no confirmados) de mil situaciones distintas.
7ক্যারাকাস থেকে লিলিয়ানা ওচোয়া (@লিলিওব) সেনা নিয়োজনের ছবি শেয়ার করেছেন।Mentrestant, des de Caracas, Liliana Ochoa (@liliob) va compartir una foto en què es veu el desplegament de forces militars:
8@লিলিওব: এফ সি ও (ফ্রান্সিস্কো ফাজারদো) হাইওয়ে এইমুহূর্তে ঠিক এমনটাই দেখা যাচ্ছে।@liliob: La autopista fco fajardo esta asi justo ahora.
9ছবি @এন্ড্রুইভাম১৮ pic.twitter.com/DnXydf67wfFoto por @andreavmm18 pic.twitter.com/DnXydf67wf”
10ছবি @এন্ড্রুইভাম১৮, @লিলিওব কর্তৃক টুইটারে শেয়ারকৃতFoto de @andreavmm18, compartida per @liliob a Twitter.
11একই সময়ে ভালেন্সিয়ার এ ছবিটি আনাস লা রিভা তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেনঃAl mateix temps, des de la ciutat de València, Anaÿs La Riva pujà aquesta foto al seu perfil de Facebook:
12ভেলেন্সিয়াতে প্রতিবাদ।Protesta a València.
13ছবি আনাস লা রিভার ফেসবুক প্রোফাইল থেকে শেয়ারকৃতFoto compartida per Anaÿs La Riva al seu perfil de Facebook.
14এর অল্পক্ষণ পরেই হুগো লণ্ডনো (@হুগুইতো) তাঁর টুইটার একাউন্ট থেকে জানানঃPoc després, Hugo Londoño (@huguito) va informar des del seu compte de Twitter:
15@হুগুইতো: এই মুহূর্তে ভেনেজুয়েলায় সি এন ই [জাতীয় নির্বাচন কাউন্সিল] মাদুরোকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিল; সি এন ই-এর প্রধান কার্যালয়ের সামনে মিছিল শুরু হয়েছে, কান ঝালাপালা করা তীব্র শব্দ@huguito: En Venezuela, en este momento el CNE [Consejo Nacional Electoral] proclama a Maduro como presidente, hay disturbios y protestas en centro CNE del país, suenan cacerolas
16“ টুপামারোস” নামে পরিচিত একটি দল দেশের পশ্চিমাংশের মেরিদা শহরে আসার পরপর সকাল থেকে দিনব্যাপী সহিংস ঘটনা ঘটে। টমাস ফার্নান্দেজ (@টমাসনোমাস২৯ ) এ বিষয়ে একাধিক প্রতিবেদন শেয়ার করেনঃTomás Fernández (@Tomasnomas29) va compartir diversos informes dels esclats de violència que tingueren lloc al matí i al llarg del dia a la ciutat de Mèrida, a l'oest del país, després de l'arribada de grups coneguts com “Tupamaros”:
17@টমাসনোমাস২৯: লিসিও লিবারেটর (উচ্চ বিদ্যালয়) এ আমাদের সাহায্য করুন দয়া করে!!@Tomasnomas29: AUXILIOOO en el liceo libertador PORFAVOR!!
18দয়া করে সংবাদটি ছড়িয়ে দিন!Difundanlo!
19টুপামারোসরা ভোট গণনায় বাধা দিচ্ছে!Los tupamaros no dejan hacer el conteo!
20ভেনেজুয়েলা জুড়ে এ বাক্য পৌছে দিন!Que esto llegue a toda Venezuela!
21ছড়িয়ে দিনDIFUNDE.
22সেবাস্টিন বারেজ (@সেবাস্টিয়ানাবি) রিপোর্ট করেনঃEn aquest sentit, informava també Sebastiana Barráez (@SebastianaB):
23@সেবাস্টিয়ানাবিঃ তাচিরাতে রাস্তাগুলো গাড়ি দিয়ে ঘেরা; মেরিদাতে তুপামারোসরা ভয় দেখাচ্ছে আর বারিয়ান্সে তারা রাস্তায় প্রতিবাদ জানাচ্ছে@SebastianaB: En Tachira hay tanquetas en la calle, en Merida los Tupamaros salieron a amedrentar, en Barinas hay protestas en la calle
24আগত ঘণ্টাগুলোতে দু পক্ষ থেকেই রাস্তায় বিক্ষোভের আহ্বান অব্যাহত থাকবে বলে আশা করা যায়।En les pròximes hores, continuaran les protestes i les crides a l'acció al carrer per part d'ambdós bàndols polítics.
25তথ্য জানানোর জন্য এবং মন্তব্য করার জন্য ভেনেজুয়েলার হ্যাসট্যাগ নাগরিকেরা নিচের এ টুইটার একাউন্টগুলো ব্যবহার করছেন #CaprilesGanóTibisayMintió; #ElPuebloHablóMaduroGanó; #NicolásElDerrotadoEresTú; #CacerolazoALas8; #ConteoVotoPorVotoYA; এবং Mañana al CNE.Les etiquetes amb què els ciutadans informen i opinen poden trobar-se en les tendències veneçolanes a Twitter: #CaprilesGanóTibisayMintió; #ElPuebloHablóMaduroGanó; #NicolásElDerrotadoEresTú; #CacerolazoALas8; #ConteoVotoPorVotoYA; i Mañana al CNE.