# | ben | cat |
---|
1 | গ্রাম থেকে উঠে আসা এক মেয়ের বিশ্ব আল্ট্রাম্যারাথন জয়: নেপালের মীরা রাইয়ের অনুপ্রেরণামূলক এক গল্প | De noia de poble a campiona mundial d'ultramarató: la inspiradora història de la nepalesa Mira Rai |
2 | নেপালের ট্রেইল রানার মীরা রাই। | Mira Rai, trail runner del Nepal. |
3 | ছবি নেয়া হয়েছে ফ্লিকার ব্যবহারকারী আরপিবি১০০১-এর অ্যাকাউন্ট থেকে। | |
4 | সিসি বিওয়াই-এনসি-এনডি ২. | Imatge de l'usuari de Flickr rpb1001. |
5 | ০ লাইসেন্সের আওতায় প্রকাশিত। | CC BY-NC-ND 2.0 |
6 | পৃথিবীতে যতোগুলো কষ্টসাধ্য খেলা আছে, তার মধ্যে অন্যতম হলো ট্রেইল রানার (পাহাড়ী পথে দৌড়)। | El trail running, un dels esports més difícils i persistents, no resulta fàcil per a tothom. |
7 | সবাই এটা পারে না। তবে নেপালের মীরা রাইয়ের কাছে এটা খুব সহজ-স্বাভাবিক একটি খেলা। | Això no obstant, s'ha tornat una pràctica normal per a la nepalesa Mira Rai. |
8 | সম্প্রতি তিনি ৮০ কিলোমিটারের মন্ট ব্ল্যাক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। | Fa poc va guanyar la cursa de Mont Blanc de 80 quilòmetres, reconeguda com una de les curses més tècniques i difícils de França. |
9 | এটি ফ্রান্সের সবচে' কঠিন প্রতিযোগিতা হিসেবে পরিচিত। | Va completar la distància en 12 hores i 32 minuts. |
10 | পুরোটা রাস্তা দৌড়াতে তার সময় লেগেছে ১২ ঘণ্টা ৩২ মিনিট। | L'exprimer ministre Baburam Bhattarai va felicitar Mira a través de Twitter: |
11 | নেপালের সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টারাই মীরাকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছেন: | |
12 | আন্তর্জাতিক ম্যারাথনে বিজয়ী হওয়ায় মীরা রাইকে অভিনন্দন। | Felicitacions a Mira Rai per guanyar la marató internacional. |
13 | সামরিক বাহিনীতে অযোগ্য হিসেবে বিবেচিত, সাবেক… | Inhabilitada per a integrar-se en l'exèrcit… |
14 | বয়:সন্ধিকালে তিনি মাওবাদী গেরিলা দলে যোগ দিয়েছিলেন। | Quan era una adolescent i pertanyia a l'exèrcit rebel maoista, va ser inhabilitada durant el procés d'integració en l'exèrcit. |
15 | কিন্তু গেরিলাদের যখন সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি করা হয়, তখন তিনি অযোগ্য হিসেবে বাদ পড়ে যান। | Va començar amb el trail running fa només un any i pocs mesos, però està a punt de convertir-se en una de les millors atletes en aquest esport. |
16 | ট্রেইল রানার হিসেবে মীরা রাইয়ের খেলোয়াড়ি জীবন খুব বেশি দিনের নয়। মাত্র বছর দেড়েক আগের। | La seva trajectòria es va iniciar amb la cursa de 50 quilòmetres del Festival a l'Aire Lliure de l'Himàlaia, a Katmandú, en març del 2014. |
17 | এর মধ্যেই তিনি খ্যাতিমান ট্রেইল রানার হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। | Va ser la guanyadora, sense molta preparació, i l'abril següent va competir en la cursa de Mustang Trail. |
18 | তার খেলোয়াড়ি জীবন শুরু হয়েছে ২০১৪ সালের মার্চ মাসে কাঠমান্ডুতে অনুষ্ঠিত হিমালয়ান আউটডোর ফেস্টিভ্যালের ৫০ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে দিয়ে। | |
19 | কিন্তু তেমন একটা প্রস্তুতি ছাড়াই তিনি প্রতিযোগিতায় বিজয়ী হন। আর এর পরের মাসেই মাস্টটাং ট্রেইল রেসে অংশ নিতে যান। | Fora del Nepal va començar la seva bona ratxa amb la cursa de Sellaronda Trail (57 quilòmetres) i amb el Trail Degli Eroi (83 quilòmetres) a Itàlia, en setembre del 2014. |
20 | নেপালের বাইরেও বিজয়ধারা অব্যাহত রেখেছেন। | En octubre, va guanyar la Ultramarató de Muntanya de 50 quilòmetres a Hong Kong. |
21 | তিনি ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ইতালিতে অনুষ্ঠিত সেল্লারন্ডা ট্রেইল রেস (৫৭ কিলোমিটার) এবং ট্রেইল ডেগলি ইরয় (৮৩ কিলোমিটার) প্রতিযোগিতায় বিজয়ী হন। | |
22 | অক্টোবর মাসে হংকং-এ অনুষ্ঠিত ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন মাউন্টেইন রেসে বিজয়ী হন। | |
23 | এরপরে তাকে আর পিছনে তাকাতে হয়নি। | Des d'aquell moment, no ha mirat mai enrere. |
24 | হংকংয়ের চিত্রগ্রাহক এবং সিনেমা নির্মাতা লয়েড বেলচার টুইট করেছেন: | Lloyd Belcher, un fotògraf i director de cine que treballa a Hong Kong, va tuitejar: |
25 | বিজয়ী হওয়ার পর নেপালের ট্রেইল রানার মীরা রাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি হংকংয়ের ৫০ কিলোমিটার রেসে বিজয়ী হয়েছেন। | Mira Rai @TrailRunNepal fa front a les càmeres expectants després de guanyar la cursa de 50 quilòmetres de Hong Kong, @Skyrunning_com ©lloydbelchervisuals pic.twitter.com/qGYQ6hlY7a |
26 | নেপালের পূর্বাঞ্চলের শহর বোজপুরের ছোট্ট একটি গ্রামে মীরার বাড়ি। সেখান থেকেই তিনি উঠে এসেছেন। | Mira prové d'una petita ciutat en el barri de Bhojpur, en la zona est del Nepal. |
27 | তবে সাফল্যের পিছনে তিনি ছোটবেলার কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেছেন। | Atribueix el seu èxit a les penúries que va viure quan era una nena. |
28 | একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন: | En una de les entrevistes, va afirmar: |
29 | ছোটবেলায় আমি ঘরের টুকিটাকি কাজ করতে মোটেও আগ্রহী ছিলাম না। তাই আম্মা আমাকে নদী থেকে পানি আনার কাজ দিতো। | Quan era una nena no m'agradava fer les feines de la casa, i per això ma mare em demanava fer les feines físiques, com portar aigua del riu, que està a dues hores d'anada i a tres de tornada. |
30 | নদীতে যেতে দুই ঘণ্টা আর আসতে তিন ঘণ্টা সময় লাগতো। তাছাড়া আমি প্রায়ই বস্তায় করে চাল নিয়ে বাজারে যেতাম। | També solia carregar sacs d'arròs fins al mercat per a vendre'ls i portar diners a casa. |
31 | সেগুলো বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরতাম। | Em vaig criar corrents. |
32 | এভাবে পাহাড়ি পথে দৌড়াদৌড়ি করতে করতেই আমার বেড়ে ওঠা। | S'entrena dur, i això la manté forta i en forma. |
33 | তিনি কঠোর অনুশীলণ করেন যা তাকে ফিট ও শক্তিশালী রাখে। | |
34 | তার রোজকার রুটিন হলো, খুব সকালে ঘুম থেকে ওঠা, সকালে এবং বিকেলে ১০-১২ কিলোমিটার করে দৌড়ানো। | La seva rutina diària és: alçar-se prompte, córrer entre 10 i 12 quilòmetres al matí i uns altres 10 o12 quilòmetres a la vesprada. |
35 | তাছাড়া তিনি পাহাড়ে ওঠা এবং সাইকেল চালিয়ে থাকেন। | També practica l'escalada de muntanya i el ciclisme. |
36 | মীরা রাই এখন ট্রেইল রানিংয়ের খুব পরিচিত নাম। তিনি আল্ট্রা ম্যারাথনিয়ারদের কাছে এক অনুপ্রেরণার নামও। | Mira, que ara és un nom reconegut en el trail running, és tota una inspiració per als aspirants a la ultramarató. |
37 | তবে আমাদের ভুলে গেলে চলবে না, লাখ লাখ নেপালি ছেলেমেয়ে পাহাড়ের বিপদজনক পথে প্রতিদিনই মালপত্র নিয়ে ওঠানামা করে। হয়তো এদের মধ্যেই আরো মীরা রাই লুকিয়ে আছে। | I cal no oblidar els milions de xics i xiques del Nepal, per als quals el fet de pujar i baixar els perillosos senders de les muntanyes mentre carreguen pes a l'esquena és totalment normal. |
38 | তাদের প্রতি মীরা রাইয়ের মূল্যবান পরামর্শ হলো: | Els dóna un valuós consell: |
39 | সুযোগ হলো নদীতে ভেসে যাওয়া পাতার মতো। আপনি যদি সেটিকে দ্রুত ধরে না ফেলেন, তাহলে সেটা চিরতরেই চলে যাবে। | ‘Una oportunitat és com una fulla en un riu: si no l'agafes a temps, se'n va per a sempre!' - #MiraRai #YoungBodyOldSoul |