Sentence alignment for gv-ben-20131124-40211.xml (html) - gv-cat-20131118-7453.xml (html)

#bencat
1উগান্ডার কাম্পালায় গ্লোবাল ভয়েসেস আড্ডাTrobada de Global Voices a Kampala, Uganda
2আমাদের তৃতীয় গ্লোবাল ভয়েসেস আড্ডা আসছে ২৩ নভেম্বর, ২০১৩ তারিখে উগান্ডার কাম্পালায় হাইভ কোলাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।La nostra tercera Trobada de Global Voices tindrà lloc a Kampala, Uganda, el 23 de novembre del 2013 al Hive Colab [en].
3এই সমাবেশটি বিশেষত উগান্ডা জুড়ে ছড়িয়ে থেকে শত শত রাইজিং ভয়েসেস মাইগ্রান্ট আবেদনকারীদের লক্ষ করে পরিকল্পনা করা হয়েছে।Aquesta trobada està especialment dirigida als sol·licitants de les microbeques de Rising Voices [eng] a Uganda.
4গত তিন বছর ধরে পূর্ব আফ্রিকা থেকে আমরা যে আবেদনপত্র পেয়েছি, তাঁর মধ্যে অধিকাংশই উগান্ডার বিভিন্ন জায়গা থেকে করা করেছে।Els darrers tres anys, la majoria de les candidatures rebudes provenien de l'Àfrica de l'est, incloent-hi diversos indrets d'Uganda.
5এই সমাবেশ আমাদের মধ্যকার সংযোগ আরও সহজতর করতে সহায়তা করবে বলে আমরা আশা করি।Esperem que aquesta trobada ajudi la gent a entaular contacte.
6এই সমাবেশটি এই সম্প্রদায়ের অনেক সদস্যদের তাদের অভিজ্ঞতা শেয়ার করতে একই মঞ্চে তুলে আনবে এবং একই সুবিধা বা লক্ষের অন্যদের মধ্যে সংযোগ সহজতর করতে সাহায্য করবে।Aquesta trobada té com a objectiu reunir els membres de la comunitat per tal que comparteixin les seves experiències i facilitar-ne la connexió amb altres membres amb interessos i missions similars.
7আমাদের সম্প্রদায়ের দুই জন সদস্য মাউরিন আজেনা (@মাউরিনআজেনা) এবং রসবেল (@রসবেলকে) এর আতিথেয়তায় ও সেই সাথে অন্য জিভি স্বেচ্ছাসেবকদের আয়োজনে সমাবেশটি নিম্নোক্ত বিষয়গুলোতে দৃষ্টিপাত করবেঃLa trobada, dirigida per dos dels nostres membres, Maureen Agena (@maureenagena) [en] i Rosebell (@RosebellK) [en], així com altres voluntaris de GV, se centrarà en:
8যেহেতু, এই সমাবেশটি প্রাথমিকভাবে গত মাইক্রোগ্রান্ট আবেদনকারীদের লক্ষ করে আয়োজন করা হয়েছে, সেহেতু এই গ্রুপকেই প্রাথম দিকে আমন্ত্রণ পাঠানো হয়েছিল এবং সবগুলো আসনই পূর্ণ হয়ে গেছে।Atès que aquesta trobada està dirigida principalment als sol·licitants de les beques anteriors, la invitació es va enviar primer a aquests grups i es van omplir totes les places vacants.
9#জিভিমিটআপ হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারের মাধ্যমে ইভেন্টটি আপনি অনুসরণ করতে পারেন।Podeu seguir aquest esdeveniment a Twitter amb l'etiqueta #GVMeetup.
10আরো তথ্যের জন্য, অনুগ্রহ করে যোগাযোগ করুন: রাইজিং [অ্যাট] গ্লোবালভয়েসেসঅনলাইন. অর্গPer obtenir més informació, si us plau, poseu-vos en contacte amb rising[at]globalvoicesonline.org.