Sentence alignment for gv-ben-20140321-42322.xml (html) - gv-cat-20140317-8265.xml (html)

#bencat
1উইকিটংসঃ আপনার ভাষার নথি তৈরি করুনWikitongues: documenta la teva llengua
2উইকিটংস ডট অরগ থেকে নেওয়া স্ক্রিনশট (১১-০৩-১৪)Captura de pantalla de wikitongues.org (11/03/14).
3বিশ্বের ৭,০০০ ভাষার নথি তৈরির প্রত্যাশী একটি নতুন প্রকল্প হচ্ছে উইকিটংস।Wikitongues és un projecte nou que aspira a documentar les 7.000 llengües del món.
4প্রকল্পটি প্রত্যেক ব্যক্তিকে তাদের নিজস্ব ভাষায় ভিডিওটিতে কথা বলে অবদান রাখার আহ্বান জানিয়েছে - হোক তা জার্মান, উর্দু, সোয়াহিলি, বা অন্য যে কোন ভাষায়।El projecte s'organitza mitjançant un compte a YouTube i demana a tothom que hi contribueixi amb vídeos d'ells mateixos parlant la seva llengua, ja sigui alemany, urdú, suahili o qualsevol altra.
5অধিকাংশ ক্ষেত্রে এটি তাঁদের ইউটিউব অ্যাকাউন্টের মাধ্যমে করে থাকে।Ara per ara, Wikitongues està construint una plataforma en què tothom pugui pujar vídeos, de tal manera que sigui un proveïment participatiu i sense ànim de lucre.
6এই প্রকল্পটির সাথে জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি একটি অলাভজনক হিসেবে তৈরি করতে উইকিটংস বর্তমানে একটি প্ল্যাটফর্ম নির্মাণ করেছে, যেখানে যে কেউ তাদের নিজস্ব তৈরিকৃত ভিডিও আপলোড করতে পারবেন।
7চলতি বছরের শেষ নাগাদ তারা বর্তমানের ৫০ টি ভিডিওর স্থলে ১০০ টি ভিডিও পাবেন বলে আশাবাদি।S'espera que cap al final de l'any el nombre de vídeos augmenti de 50 a 100.
8সহজলভ্য তথ্যের জন্য একটি ডাটাবেস তৈরি করতে যারা সাহায্য করছেন তাঁদের নাম দেওয়া হয়েছে “দূত”। তাঁরা মূলত ​​সুইজারল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে, রাশিয়া ও স্পেন ভিত্তিক স্বেচ্ছাসেবী।La gent que ajuda a crear aquesta base de dades amb l'objectiu de fer accessible a tothom aquesta informació són voluntaris que denominem “ambaixadors”, i provenen de Suïssa, Zimbabwe, Sud-àfrica, Noruega, Rússia i Espanya.
9বিভিন্ন অঞ্চল থেকে একই ভাষা ভাষী বিভিন্ন জনের কথার নথির ক্ষেত্রে সহ প্রতিষ্ঠাতা ড্যানিয়েল বগ্রে উদেল বলেছেন, তারা আশা করেন এর মাধ্যমে ভাষার একটি সাংস্কৃতিক আবেদন প্রদর্শিত হবে।La seva tasca és documentar molta gent de regions diferents parlant la seva llengua, i s'espera que, tal com afirma el cofundador, Daniel Bogre Udell, el projecte serveixi per a demostrar la utilitat cultural de la llengua.
10এখানে ইংরেজিতে একটি উদাহরণ রয়েছে। সেখানে আমেরিকার উত্তর ক্যারোলিনা থেকে একজন এবং দক্ষিণ আফ্রিকা থেকে অন্য আরেকজন কথা বলেছেনঃAquí teniu un exemple en anglès amb un parlant de Carolina del Nord, als EUA, i un altre de Sud-àfrica:
11সেখানে ​​পলিগ্লটস মানুষের জন্যও একটি বিভাগ আছে, যারা একাধিক ভাষায় কথা বলেন:També hi ha una secció per als poligots, és a dir, la gent que parla més d'una llengua:
12ভিডিওতে সাধারণনত “সংখ্যালঘু” ভাষাগুলো রয়েছে, যেমন কেইচি (ডিম), যেটি মায়া ভাষার একটি উপগোষ্ঠী।A més a més, també hi ha vídeos de llengües que denominem popularment “llengües minoritàries”, com el k'iche (quitxé), un subgrup de la llengua maia de Guatemala.
13ভাষাটির উদ্ভব হয়েছে গুয়াতেমালা থেকে। তবে, গ্রুপটি তাঁদের ওয়েবসাইটে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হিসেবে ভাষাগুলোকে উল্লেখ না করার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক।Tanmateix, a la pàgina web del grup no es fa referència a llengües majoritàries i minoritàries perquè el projecte pretén donar el mateix pes a totes les llengües, independentment del nombre total de parlants al món.
14বরং, মোট কথা বলা মানুষের সংখ্যা নির্বিশেষে সবগুলোকে সমান গুরুত্ব দেবার পক্ষপাতি।Wikitongues també tria la “llengua de la setmana” per organitzar debats al blog de Tumblr [en], amb enllaços i informació sobre cadascuna.
15এছাড়াও তাদের টাম্বলার ব্লগে আলোচনা করার জন্য উইকিটংস একটি “ভাষা সপ্তাহ” ঠিক করেছে, যেখানে প্রতিটি ভাষা সম্পর্কে সুত্র এবং তথ্য থাকবে।
16সম্প্রতি, তাঁদের গুরুত্ব হচ্ছে বাস্কের উপর।Fa poc la llengua de la setmana va ser el basc.
17আপনি ইন্সটগ্রাম এবং টুইটারে প্রকল্পটি অনুসরণ করতে পারেন - এবং আপনার নিজস্ব ভিডিও শেয়ার করতে পারেন।Podeu seguir el projecte a Instagram i a Twitter i connectar-hi per compartir-hi els vostres vídeos.