Sentence alignment for gv-ben-20150314-47541.xml (html) - gv-cat-20150313-9537.xml (html)

#bencat
1মিসরের শিশুদের মাঝে অন্য শিশুকে “হত্যার” মানসিকতা তৈরি করেছে আইএসআইএস ভিডিওNens que juguen a imitar les execucions de l'Estat Islàmic a Egipte
2কায়রো শহরের মাহাল্লাতে শিশুরা আইএসআইএস এর ভূমিকা পালন করছে এবং অন্য শিশুদের আইএসআইএস ভঙ্গিতে “হত্যা” করছে।Uns nens a Mahalla, el Caire, jugant a imitar els assassinats del grup Estat Islàmic i fent veure que “sacrifiquen” a un altre nen, tal com ho fa l'EI.
3টুইটারে @শোকেইরের শেয়ার করা একটি ভিডিও থেকে নেয়া ছবি।Captura de pantalla del vídeo compartit per @Shokeir a Twitter. Cares difuminades per Global Voices.
4মিসরের এল মাহাল্লা এল কুবরা অঞ্চলের শিশুদের একটি ভিডিও টেপ তৈরি করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কাঠের লাঠি দিয়ে খেলার সময় একটি শিশু অন্য শিশুকে আইএসআইএস ভঙ্গিতে “হত্যা” করছে।Un grup de nens de la ciutat d'El Mahalla El Kubra, a Egipte, han estat gravats mentre jugaven a “sacrificar” un altre nen amb pals de fusta, imitant al grup terrorista Estat Islàmic (també conegut com ISIS per les seves sigles en anglès).
5ভয়ঙ্কর এসব ভিডিও শেয়ার করার “প্রশংসনীয় গুণ” নিয়ে উত্তরের চেয়ে অনেক গুণ বেশি প্রশ্ন উঠেছে।El vídeo planteja més preguntes que respostes sobre la “idoneïtat” de compartir els macabres vídeos que detallen els crims del grup terrorista, especialment amb els nens.
6এসব ভিডিওতে সন্ত্রাসী গ্রুপের অপরাধগুলোর বর্ননা দেয়া হচ্ছে, বিশেষকরে শিশুদের সাথে। আল কায়েদা থেকে বেরিয়ে আসা একটি শাখা হচ্ছে আইএসআইএস।L'EI, que va sorgir com una ramificació d'Al-Qaida i ara controla gran part del territori de l'Iraq i Síria, mostra amb orgull la publicació de vídeos en els quals es veu la decapitació dels seus ostatges.
7ইরাক এবং সিরিয়ার বৃহত্তর একটি অংশ দলটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এটি মানসম্মত ভিডিও তৈরিতে বেশ পারদর্শী।Malgrat la persecució que es porta a terme per esborrar qualsevol propaganda gràfica en línia d'aquest tipus, encara es comparteixen molts vídeos a la xarxa, sense importar els danys que puguin causar als qui els visualitzin.
8ভিডিওগুলোতে দেখানো হয়, কি করে দলটির হাতে বন্দীদের শিরশ্ছেদ করা হয়।
9তাদের গ্রাফিক মতবাদ অনলাইন থেকে সরিয়ে নিতে ইঁদুর বিড়াল ধাওয়া খেলা সত্ত্বেও অনেকেই দলটির ভিডিওগুলো এখনও শেয়ার করে যাচ্ছেন।El vídeo de El Mahalla El Kubra podria haver-se fet després que el grup militant ‘EI a Líbia' decapités 21 cristians coptes egipcis que havien sigut segrestats a Líbia un mes abans.
10এল মাহালা এল কুবরা ভিডিওটি “লিবিয়াতে আইএসআইএস” জঙ্গি দলটি ২১ জন মিসরীয় প্রচলিত খ্রিস্টান ধর্মের অনুসারী কর্মীকে শিরশ্ছেদ করার পর হয়তোবা তৈরি করা হয়েছে।
11এসব কর্মীকে লিবিয়াতে হত্যার প্রায় এক মাসেরও বেশি সময় আগে অপহরণ করা হয়েছিল।
12সন্ত্রাসীরা গত ১৫ ফেব্রুয়ারি তারিখে একটি বিভীষিকাময় এবং রক্তাক্ত ভিডিও ইউটিউবে পোস্ট করেছে। ভিডিওটিতে জিম্মিদের শিরশ্ছেদ করা দেখানো হয়েছে।El 15 de febrer, els terroristes van penjar a YouTube un macabre i sanguinari vídeo que mostrava la decapitació dels ostatges, fet que va provocar una protesta airada a Egipte, amb bombardejos en territori de l'EI a Líbia inclosos.
13এটি মিসরে তুমুল আলোড়ন সৃষ্টি করে।
14লিবিয়াতে আইএসআইএস এর বোমা বিস্ফোরণসহ বেশ কিছু ভিডিও দেখানো হয়েছে। এল মাহাল্লা আল কুবরা মিসরের শিল্প প্রধান এবং কৃষি প্রধান একটি শহর।El Mahalla al Kubra és una ciutat industrial i agrícola d'Egipte que es troba al centre del delta del Nil, a la riba occidental de la branca de Damietta, y hi viuen prop de mig milió de persones.
15শহরটি নীল নদ বদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে দামিয়েত্তা শাখার পশ্চীম তীরে অবস্থিত। এ শহরে প্রায় পাঁচ লক্ষ লোকের বসবাস।El bloguer egipci Shokeir va tuitejar un fotograma del vídeo als seus 44.100 seguidors que mostra als nens “jugant a ser EI”, amb la simple observació:
16মিসরীয় ব্লগার শোকেইর তাঁর ৪৪১০ জন অনুসারীর উদ্দেশ্যে খুব সাধারন একটি মন্তব্য সহকারে ভিডিওটির একটি ছবি টুইট করেছেন।
17ছবিটিতে শিশুদের “আইএসআইএস” খেলা করতে দেখা যাচ্ছেঃ
18মাহাল্লাতে শিশুরা (আইএসআইএস)… খেলছে।Nens jugant a Mahalla… (EI)
19তাঁর টুইটটি ইতোমধ্যে ১৫০ বার পুনরায় টুইট করা হয়েছে এবং এখনও চলছে।El tuit ha estat retuitejat més de 150 vegades i encara està actiu.
20তামের আবদো আমিন একটি ভিডিও আপলোড করেছেন। ফেসবুকে মন্তব্য সহ ভিডিওটি ৮৬০০ বার দেখা হয়েছেঃTamer Abdo Amin va pujar el vídeo, que s'ha vist 86 mil vegades a Facebook, amb el comentari:
21Post by Tamer Abdo Amin. এটি দেখুন!Publicació de Tamer Abdo Amin.
22আল মাহাল্লা আল কুবরাতে আইএসআইএস এর ভিডিওর এমনই এক প্রভাব শিশুদের উপর পরেছে।Mireu això, aquest és l'impacte de l'EI sobre els nens d'Al Mahalla Al Kubra.
23মিসরে শিশুদের আইএসআইএস খেলার মূহূর্তটি ভিডিওতে দেখা যাচ্ছে।Aquest moment en què els nens juguen a ser EI a Egipte.
24ভিডিওতে শিশুটি তাঁর “লোককে” অর্থাৎ অন্য আরেকটি শিশুকে হত্যা করতে নির্দেশ দেয়ার আগে আইএসআইএস কে যোদ্ধা হিসেবে বর্ননা করেছে।El nen del vídeo descriu l'EI com a combatents sense lleialtat a cap religió o nació, abans d'ordenar els seus “homes” que matin els altres nens.
25এমন যোদ্ধা যারা কোন ধর্ম অথবা জাতির প্রতি আনুগত্য প্রকাশ করে না।
26শিশুটি বলেছেঃDiu:
27আমাদের কোন ধর্ম বা জাতি নেই।No tenim cap religió o nació.
28আমরা শিশু, নারী এবং বৃদ্ধদের শিরশ্ছেদ করি।
29আমরা নিচের কাজটি করার সিদ্ধান্ত নিয়েছিঃ (অশ্রাব্য) শহরের সকল তরুণকে শিরশ্ছেদ করার সিদ্ধান্ত।
30এরপর হায় মানুষ, শিরশ্ছেদ করা হল!Matem nens, dones i ancians.
31মিসরীয় সাংবাদিক মুহাম্মাদ এল দাহশান এখনও ফেসবুকে সেই সূত্র ধরে রেখেছেন।Hem decidit el següent: matar tots els joves de la ciutat de (inaudible). Matem-los tots!
32তিনি সেই সময়ের স্মৃতিচারণ করেছেন যখন শিশুরা কেবলই … শিশু ছিলঃTambé a Facebook, el periodista egipci Mohamed El Dahshan reprèn el fil, recordant aquells temps quan els nens eren només nens:
33একটা সময় ছিল যখন মিসরের শিশুরা আর সব জায়গার শিশুদের মতোই ছিল।Hi havia una època en què els nens d'Egipte, com tots els nens, jugaven a ser policies i lladres.
34তারা চোর পুলিশ খেলত।I els policies guanyaven sempre.
35আর শেষ পর্যন্ত পুলিশরা জয়ী হত।I això em feia content.
36আর তা দেখে আমি হাসতাম।L'ordre natural de les coses, suposo.
37আমি ভেবে নিতাম এটাই স্বাভাবিক।Després del 2011, he vist nens jugant a policies i manifestants.
38তবে ২০১১ সালের পর আমি দেখলাম বাচ্চারা পুলিশ এবং প্রতিবাদকারী সেজে খেলা করত।
39আর তাদের খেলায় একজন পুলিশ প্রতিবাদকারীদের একজনকে হত্যা (আপনারা জানেন, সংরক্ষিত আসন) করত।I un podia “matar” (bé, ja saps, bang bang bang) un dels manifestants, que desprès es rebel·lava i perseguia al poli-nen.
40এরপর কে বিদ্রোহ করবে এবং পুলিশ সেজে খেলা করা শিশুটিকে ধাওয়া করবে। আর তা দেখে আমি হাসতাম - কারন এটা বেশ মজার ছিল।I em feia somriure - perquè era divertit, però alhora era trist, perquè els nens no haurien d'haver contemplat la sola idea de la brutalitat policial.
41তবে এটা কোন অংশে কম দুঃখেরও ছিল না।Aquesta nit he vist un vídeo de nens jugant a ser ISIS.
42কারন শিশুরা কেবলমাত্র পুলিশের নৃশংসতা নিবিড়ভাবে অবলোকন করবে তা উচিৎ নয়। আজ রাতে আমি শিশুদের সেই দায়েশ খেলার ভিডিওটি দেখলাম।Primer un nen fa un discurs (per cert, en un àrab millor que el que té el ministre d'afers exteriors, però això no ve al cas) i després dóna l'ordre als seus acòlits de matar els dos “ostatges”.
43সেখানে প্রথমে দেখানো বাচ্চাটি একটি বক্তৃতা (ঘটনাক্রমে সে আরবি ভাষায় বেশ ভালো যেন পররাষ্ট্র মন্ত্রী কথা বলছেন, তবে আমি অপ্রাসঙ্গিক মনে করছি) দিয়েছে।
44এরপর সে তাঁর সহকারীদের উদ্দেশ্যে দুইজন “জিম্মিকে” শিরশ্ছেদ করার নির্দেশ দেয়।
45আর এটা কোন খেলার আসর নয়, যেকোন উপায়েই যার একটি আনন্দময় সমাপ্তি টানা হবে।I aquest no és de cap manera un joc amb un final feliç.
46এ খেলায় কেউই জয়ী হয়নি।Ningú no guanya.
47এই দীর্ঘ সময়ে আমি যা দেখেছি তাঁর মাঝে এটি সবচেয়ে দুঃখজনক ব্যাপার।És la cosa més trista que he vist en molt, molt de temps.
48পোস্টটিতে “বিরক্তিকর” থেকে শুরু করে “ঘটনার ভুল বিবর্তন” সব ধরনের মন্তব্যই করা হয়েছে।Els comentaris que es van fer sota aquesta publicació anaven des de “pertorbador” fins a “l'evolució va per mal camí”.
49আইএসআইএস অপরাধ প্রদর্শনকারী গ্রাফিক ভিডিওটি অবশ্যই পূর্নবয়স্কদের মনেও যথেষ্ট চাপ সৃষ্টি করেছে।
50তবে এধরনের ভিডিওগুলো আমাদের শিশুদের উপর আসলেই কি ধরনের প্রভাব ফেলছে?Segurament la visualització de vídeos que mostren els crims de l'EI afecten als adults, però què provoquen en els nostres fills?
51আইএসআইএস অপরাধ নিয়ে শেয়ার করা এই ভিডিওগুলো কি শিশুদের আদৌ দেখা উচিৎ?Hem de permetre que el nens puguin veure crims compartits a la xarxa?