# | ben | cat |
---|
1 | ফিলিস্তিনে প্রাণ হারানো মানুষের প্রতিকৃতি আঁকতে নতুন শিল্প প্রকল্প | |
2 | গাজায় নিহত মানুষের প্রতিকৃতি। | Retrats de les víctimes de Gaza: un nou projecte artístic |
3 | শিল্পী কেরি বেয়ল। তথ্যসূত্র: বিয়ন্ড ওয়ার্ডস গাজা। | Retrats de les víctimes de Gaza, per Kerry Beall (Font: Beyond Words Gaza). |
4 | “বেটা, ওঠো! | «Desperta, fill meu! |
5 | দ্যাখো, তোমার জন্য খেলনা এনেছি। | T'he comprat joguets, per favor, desperta!». |
6 | ওঠো বেটা!” উপরের কথাগুলো সাহির সালমান আবু নামুসের বাবা'র। | Aquestes van ser les paraules del pare de Sahir Salman Abu Namous mentre es dirigien a l'hospital. |
7 | তিনি সাহিরকে হাসপাতালে নিয়ে যেতে যেতে এ কথাগুলো বলছিলেন। | Sahir, de quatre anys, ja era mort: els fragments dels obusos israelians li havien esclatat la meitat del cap. |
8 | ইসরাইলি বোমার আঘাতে চার বছর বয়সী সাহির ততক্ষণে মারা গেছে। | |
9 | ১১ জুলাই ২০১৪-এ গাজার উত্তরাঞ্চলে তাল আল-জাতারে সাহিলদের বাড়িতে ইজরায়েলি যুদ্ধবিমান বোমাবর্ষণ করলে এ ঘটনা ঘটে। | L'11 de juliol del 2014, un avió de guerra israelià va bombardejar sa casa, en el barri de Tal Al-Zaatar, al nord de Gaza. |
10 | অবশ্য এ ঘটনা ঘটার তিনদিন আগে থেকেই গাজায় যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এই তিনদিনে ১৩০ জন মারা যান। | Els habitants de la ciutat només feia tres dies que vivien la guerra i ja hi havia un total de 130 víctimes, d'entre elles 21 nens. |
11 | এদের মধ্যে ২১ জন আবার সাহিরের মতো শিশু। | En 51 dies de matança van morir més de 2.000 palestins. |
12 | উল্লেখ্য, সেবার ৫১ দিন ধরে চলা যুদ্ধে ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। | |
13 | আরো পড়ুন: যুদ্ধে গাজায় হাজার হাজার মানুষ নিহত | Sahir amb un membre de la seva família (Font: Electronic Intifada). |
14 | ভাইয়ের সাথে সাহির (ছবিসূত্র: ইলেক্ট্রনিক ইন্তিফাদা)। | La foto del petit Sahir difunt és massa impactant per mostrar-la. |
15 | এই ছবিই বলে দেয়, সাহিরের মৃত্যু কতোটা বর্বর, বেদনাদায়ক। সাহিরের এই বেদনাদায়ক মৃত্যু যুক্তরাজ্যের ব্রাইটনের শিল্পী কেরি বেয়লকে তুমুল আলোড়িত করে। | La mort de Sahir ha impulsat Kerry Beall, una artista de Brighton, al Regne Unit, a començar un projecte artístic que té com a finalitat pintar el retrat d'aquells que van perdre la vida a Palestina l'estiu passat. |
16 | তিনি ‘বিয়ন্ড ওয়ার্ডস' নামের একটি শিল্প প্রকল্প হাতে নেন। | En una entrevista amb Global Voices, Kerry Beall va contar allò que la va impressionar: |
17 | প্রকল্পের উদ্দেশ্য ছিল গত গ্রীষ্মকালে ফিলিস্তিনে যেসব মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের প্রতিকৃতি আঁকা। | |
18 | গ্লোবাল ভয়েসেস-এর সাথে এক সাক্ষাৎকারে বেয়ল তার প্রকল্প নিয়ে কথা বলেন। | |
19 | টুইটারে একজন একটি খবর শেয়ার করেছিলেন। সেটি ছিল সাহির আবু নুমাসের মৃত্যুর ঘটনা। | Tot va començar quan vaig llegir la història de Sahir Abu Namous en una notícia publicada a Twitter. |
20 | তখনই এই প্রকল্পের বিষয়টি আমার মাথায় আসে। | Un parent relatava en quines circumstàncies havia mort el nen. |
21 | আমার মনে আছে, প্রতিবেদনে তার একজন আত্মীয় বলছিলেন, সে কীভাবে মারা গেছে। | |
22 | তার বয়স মাত্র চার বছর। | Només tenia quatre anys. |
23 | এটা অন্যান্য খবরের মতো গতানুগতিক কোনো খবর ছিল না। | No es tractava d'un article anònim, era real. |
24 | এটা ছিল একটি মানবিক প্রতিবেদন। | Era el crit desesperat d'un membre de la família. |
25 | পরিবারের সদস্যরা সেখানে হতাশা আর আশাহীনতার কথা বলছিলেন। | Era tan impactant que, en aquell moment, em va caure a sobre com un gerro d'aigua freda. |
26 | আমার কাছে খুবই নিষ্ঠুর মনে হয়েছিল। | El retrat de Sahir Abu Namous (Font: Beyond Words Gaza). |
27 | মনে হয়েছিল যেন কেউ ইঁট মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। সাহির আবু নুমাসের প্রতিকৃতি। | Beyond Words intenta col·lectar fons des de la pàgina Kickstarter per tal de recollir un total de 3.000 lliures esterlines d'ací a finals del mes de juliol. |
28 | ছবিসূত্র: বিয়ন্ড ওয়ার্ডস গাজা। জুলাইয়ের মধ্যে ৩ হাজার পাউন্ড (৪,৭১১ মার্কিন ডলার) তোলার লক্ষ্যে বিয়ন্ড ওয়ার্ডস কিকস্টার্টারে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। | Gràcies a aquests diners, Beall té previst «pagar el material, emmarcar els retrats que calgui, enviar-los a Gaza i trobar una sala on exposar-los, fins que vinguin per ells o fins que els tornin a les famílies de les víctimes». |
29 | এই টাকা দিয়ে বেয়ল “ছবি আঁকার অনুষঙ্গ কেনা, ছবি বাঁধানো, সেগুলো গাজায় পাঠানো, সেখানে প্রদর্শনী আয়োজনের” পরিকল্পনা করেছেন। | |
30 | সাহিরের মৃত্যুর প্রতিবেদন পড়ে আমি থ' হয়ে গিয়েছিলাম। | No crec que sigui l'única que se sent completament impotent. |
31 | তখন আমি নিজেকে বলেছি, আমি একা নই। এটা খুবই অমানবিক ব্যাপার। | El nombre d'homes, de dones i de nens que han mort és, simplement, desolador. |
32 | হাজার হাজার নারী, পুরুষ, শিশুর অকাতরে প্রাণ দেয়া মেনে নেয়া যায় না। আমার মতো আরো অনেকের কাছেই এটা ছিল বর্বর ও মর্মান্তিক ঘটনা। | És aclaparador i és molt dur pensar-ho i de vegades, com moltes altres persones que conec, m'he de distanciar de la situació per poder continuar amb la meva pròpia vida. |
33 | তবে আমি চাইলে এটা থেকে দূরে থাকতে পারতাম, আমার মতো করে জীবনযাপন করতে পারতাম। | Però, aquell dia, em va tocar una fibra sensible que no podia ignorar. |
34 | কিন্তু আমি পারেনি। এর সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি। | Vaig sentir la necessitat de fer alguna cosa, aleshores, el vaig pintar. |
35 | আমি মনে করেছি, আমার কিছু করা দরকার। তাই আমি তাদের প্রতিকৃতি এঁকেছি। | No sabia quines en serien les reaccions, ja que es tracta d'un tema molt delicat. |
36 | আমার কোনো ধারনাই ছিল না, স্পর্শকাতর এই ঘটনার কেমন প্রতিক্রিয়া হবে। | Li vaig ensenyar el retrat a la seva família i els va encantar. |
37 | যাদের প্রতিকৃতি এঁকেছি, তাদের পরিবারকে আমি সেটা দেখিয়েছি। | Aquesta reacció va enfortir el meu desig d'actuar, i vaig començar a pintar altres vides perdudes. |
38 | তারা সবাই সেটা পছন্দ করেছেন। | Kerry Beall va acabar amb un missatge de gratitud. |
39 | আমার আঁকা ছবি একটা পদক্ষেপ নিতে তাদের আবেগকে চাঙ্গা করেছে। | Tot el món ho ha valorat molt, i cada comentari positiu em motiva a continuar amb el projecte. |
40 | তাই আমি গাজায় প্রাণ দেয়া আরো বেশি মানুষের প্রতিকৃতি আঁকতে চাই। | He tingut molta sort de tindre al meu costat a persones que han permès que aquest projecte avanci. |
41 | যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বেয়ল তার বক্তব্য শেষ করেছেন: | |
42 | সবার কাছ থেকে বিস্ময়কর রকমের প্রতিক্রিয়া পেয়েছি। আমার প্রকল্প নিয়ে তারা ইতিবাচক মন্তব্য করেছেন। | Per exemple, el meu amic Dan ha fet córrer la veu, i Simon i Robin m'han ajudat a fer el vídeo. |
43 | আমার সৌভাগ্য যে, প্রকল্পটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কিছু উৎসাহী মানুষের সহযোগিতা পেয়েছি। | |
44 | এদের মধ্যে আমার বন্ধু ড্যানের কথা উল্লেখ না করলেই নয়। সে এই প্রকল্পের কথা সবার কাছে পৌঁছে দিতে খুব খেটেছে। | Mohammed Zeyara ha tingut l'amabilitat de compartir el vídeo, fet que ha ajudat enormement a que es conegui el projecte. |
45 | ব্রিস্টলের সিমন ও রবিন একটি ভিডিও বানিয়ে দিয়েছেন। | |
46 | মোহাম্মদ জেয়ারা প্রকল্পের ভিডিও সবার সাথে শেয়ার করেছেন। | |
47 | এতে করে সবাই আমার প্রকল্প সম্পর্কে জানতে পেরেছেন। ফিলিস্তিনের মানুষের কাছ থেকেও আন্তরিক সমর্থন পেয়েছি। | La població palestina s'ha mostrat molt entusiasmada i m'ha donat molt de suport, i sento que Iman, Shareef i DiaaMahmoud s'han convertit en amics meus durant aquest projecte. |
48 | এই প্রকল্পের কাজ করতে এসে আমি ইমাম, শরীফ এবং দিয়ামাহমুদের মতো বন্ধু পেয়েছি। | |
49 | তারা প্রকল্পটি সফল করতে যে সহযোগিতা করেছেন, তা ভোলার নয়। | Hi han aportat un suport inestimable. Ací teniu alguns dels retrats acabats. |
50 | এখন পর্যন্ত শেষ হওয়া প্রতিকৃতিগুলোর কিছু এখানে রইলো। | Podeu veure'n més a la pàgina de Facebook de Beyond Words. |
51 | আরো প্রতিকৃতি দেখতে চাইলে তাদের বিয়ন্ড ওয়ার্ডস-এর ফেসবুক পেইজ দেখুন। | |
52 | মোহাম্মদ সাব্রি আতাল্লাহ। বয়স ২১। | Mohamed Sabri Atallah, 21 anys. |
53 | সারা ওমর আহমেদ শেখ আল-ঈদ। বয়স ৪। | Sara Omar Ahmed Sheikh al-Eid, 4 anys. |
54 | সামার আল-হাল্লাক। বয়স ২৯। | Samar Al-Hallaq, 29 anys. |
55 | হিন্দি শাদী আবু হারবেইদ। বয়স ১০। | Hindi Shadi Abu Harbied, 10 anys. |