Sentence alignment for gv-ben-20130628-37099.xml (html) - gv-cat-20130725-6112.xml (html)

#bencat
1হেডলাইনের বাইরে ইয়েমেন সম্পর্কে কতটা জানেন?
2ইয়েমেন আরব উপদ্বীপের দক্ষিণের একটি দেশ।El Iemen, un bell país més enllà dels titulars
3এর রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য আর ইতিহাস। এখানকার মানুষজন বন্ধুবত্সল আর অতিথিপরায়ণ।El Iemen és un país de la part sud de la la península aràbiga, ric en cultura, herència i història, amb persones extremament amables i hospitalàries.
4কিন্তু সেগুলো খবরে না এসে প্রায় দেশটি পশ্চিমা মিডিয়ায় নেতিবাচকভাবে উঠে আসে।
5ইয়েমেনে নানা ধর্ম, মতের, ভাষার ২৪ মিলিয়ন মানুষ বসবাস করে “যা আল কায়েদা অথবা আরব উপদ্বীপের আল কায়েদা, যুদ্ধ, দারিদ্র্য, মাদক, উপজাতীয় দ্বন্দ্ব অথবা ওসামা বিন লাদেনের পিতৃভুমির কাছে ম্লান হয়ে গেছে… ইয়েমেন আল কায়েদার সংবাদে ঢেকে গেছে।” - লিখেছেন ব্লগার আতিয়াফ আলীওয়াজির (@womanfromyemen) তার “ইয়েমেনের আখ্যানে মিডিয়ার খুঁত” পোস্টে:
6আজকাল ইয়েমেনের ওপর সাংবাদিকতায় সত্যের লেশমাত্র খুঁজে পাওয়া যায় না।
7এগুলো মানুষদেরকে উত্সাহ জোগায় না।Però això no surt a les notícies.
8এখনকার ব্যাপারস্যাপারই হলো রোমাঞ্চকর কাহিনি লেখা।Sovint a les retransmissions dels mitjans occidentals es dóna una imatge falsa d'aquest país en magnificar el seus aspectes negatius.
9কতোবার যে এ বিষয়ে লেখা হয়েছে, তার ইয়াত্তা নেই।
10তবে তাতে কি, এটাই যে পাবলিক খায়। তবে ইয়েমেনের একদল কর্মী ইয়েমেনিদের চোখ দিয়ে ইয়েমেনকে সারাবিশ্বের কাছে তুলে ধরার প্রয়াস নিয়েছেন।Un país de 24 milions de persones amb diferents circumstàncies personals “s'ha reduït a Al-Qaida… les guerres, la pobresa, el cat, el tribalisme o la llar ancestral d'Ossama bin Laden”, escriu la bloguera Atiaf Alwazir (@womanfromyemen) al seu post “The Flawed Media Narrative on Yemen” [en] (La narrativa imperfecta dels mitjans de comunicació sobre el Iemen):
11এইসব সংবাদ আর সহিংসতার বাইরেও যে ইয়েমেনের সমৃদ্ধ কালচার, অনন্য স্থাপত্য, দিগন্ত বিস্তৃত মাঠ, প্রাণবন্ত প্রকৃতি রয়েছে, তারা বিশ্ববাসীকে সেগুলো দেখাতে সচেষ্ট হয়েছেন।El periodisme que parla del Iemen hui dia no tracta d'informar sobre la veritat o d'inspirar la gent perquè pense de manera independent, sinó de veure qui pot escriure la història més sensacionalista sobre el país - sense importar quantes vegades s'haja contat ja la història - perquè és això el que ven.
12ইয়েমেনের চমত্কার স্থাপত্যের একটি প্যানোরামিক ভিউ।
13ছবি তুলেছেন মোহাম্মদ আলনাহদি। ইয়েমেনকে জানা:No obstant això, alguns iemenites estan intentant canviar açò.
14অনেকেই হয়তো জানেন না ইয়েমেন বিশ্বের সবচে' প্রাচীন সভ্যতাগুলোর একটি। খ্রিস্টপূর্ব প্রথম মিলেনিয়ামের ইতিহাসে এর উল্লেখ রয়েছে।A través del cine, la fotografia, els blogs i les xarxes socials, volen que el món conega el Iemen per la riquesa del seu art, la seua arquitectura única i els impressionants paisatges i vistes que el país ofereix.
15এ সময়ে এর পরিচিতি ছিল অ্যারাবিয়ান ফেলিক্স বলে।Vista panoràmica que captura l'arquitectura única del Iemen, realitzada pel fotògraf Mohammed Alnahdi.
16এর মানে হলো সুখী আরব।Conèixer el Iemen
17এমনকি ইয়েমেন চারটি ঐতিহ্যময় স্থান বা হেরিটেজ সাইট রয়েছে।El Iemen és una de les civilitzacions més antigues del món, la seua història es remunta al primer mil·lenni d. de C.
18প্রথমটি হলো এর প্রাচীন রাজধানী সানা।Se la coneixia popularment com Arabia Felix, que significa l'Aràbia afortunada o l'Aràbia feliç.
19এটি বিশ্বের সবচে' প্রাচীন বসতিগুলোর একটি।De fet, al Iemen es troben quatre llocs que són patrimoni de la humanitat.
20পুরোনো এই নগরিতে ১০৩টি মসজিদ, ১৪টি হাম্মাম এবং ৬,০০০ এর বেশি বহুতল ভবন রয়েছে।En primer lloc, la mateixa capital, l'antiga ciutat de Sanà [en].
21এই বহুতল ভবনগুলোর অনন্য স্থাপত্য, দামী সুশোভিত কাঁচের জানালা একে দর্শনীয় করে তুলেছে। (প্রাচীন সানা'র ভিডিও।Una de les ciutats habitades més antigues del món, presumeix de més de 103 mesquites, 14 hammams (banys turcs) i més de 6.000 cases de tova amb múltiples pisos de factura única amb façanes decorades de manera espectacular i adornades amb finestres de vidres de colors.
22আপলোড করেছে ইউনেস্কো।) দ্বিতীয়টি হলো শিবাম।Un video pujat per la UNESCO [en] fa un cop d'ull a la vella Sanà:
23এটি মরুভুমির ম্যানহাটান নামে পরিচিত। বিশ্বের সবচে' পুরোনো স্কাইস্ক্র্যাপারের নগর বলেও পরিচিত।En segon lloc està Xibam [en], també coneguda com la “Manhattan del desert”, que és llar dels gratacels més antics del món - 500 cases de tova d'onze pisos.
24এখানে ৫০০ এর মতো কাদা-ইটের বাড়ি রয়েছে, যেগুলো এগারো তলা পর্যন্ত উঁচু।
25“মরুভুমির ম্যানহাটান শিবাম।Xibam, la Manhattan del desert, pel fotògraf Mikhaïl Vorobiev.
26ছবি তুলেছেন মাইকেল ভরোবায়েভ। “ ইয়েমেনের তৃতীয় ঐতিহ্যটি হলো সোকোট্রা দ্বীপ।En tercer lloc està l'illa de Socotra [en], la més gran del seu arxipèlag, important per la seua biodiversitat i la seua particular flora i fauna.
27এটি একটি বৃহত্তম দ্বীপপুঞ্জের অংশ। এর রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং উদ্ভিদ ও প্রাণিকুল।Segons la UNESCO, “el 37% de les 825 espècies vegetals de Socotra, el 90% de les seues espècies rèptils i el 95% de les seues espècies de caragols de terra no existeixen en cap altre lloc del món.”
28ইউনেস্কোর তথ্যমতে, “সোকোট্রা দ্বীপের ৩৭% এলাকায় ৮২৫ প্রজাতির উদ্ভিদ, ৯০% এলাকায় নানা প্রজাতির সরীসৃপ, ৯৫% এলাকা জুড়ে রয়েজে নানা প্রজাতির শামুক, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না।”
29নিচের ভিডিওতে এক নজরে দ্বীপটি দেখে নিন।Es pot fer una ullada a l'illa en aquest vídeo de YouTube pujat per ToYemen [en]:
30ইউটিউবে ভিডিওটি আপলোড করেছেন টুইয়েমেন:En últim lloc se situa Zabid [en], la pintoresca ciutat costanera de carrerons estrets i edificis de rajola cremada.
31আর সর্বশেষটি হলো ছবির মতো উপকূলীয় শহর জাবিদ।Més enllà de la representació dels mitjans de comunicació
32এর সংকীর্ণ গলিপথ আর পোড়া ইটের ভবন, সত্যি অনন্য। মিডিয়ার বর্ণনাকে ছাপিয়েS'han dut a terme diversos esforços en línia per combatre la visió estreta que els mitjans de comunicació tenen del Iemen.
33ইয়েমেনের প্রতি মিডিয়ার এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে অনলাইনে বিভিন্ন ধরনের লড়াই জারি রয়েছে।
34২০ মিনিটের এই ভিডিও সিনেমাটি বানানো হয়েছে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত জুম শর্ট ফিল্ম প্রতিযোগিতা ২০১০ উপলক্ষে। এটি ইউটিউবে আপলোড করেছে জুমকম্পিটিশন।En aquest curtmetratge de 20 minuts fet per a l'edició de 2010 del Zoom, el concurs de curtmetratges que organitza el British Council, i penjat a YouTube per ZoomCompetition [en], es mostra la vida senzilla que porten els iemenites en un intent per corregir els malentesos que la cobertura distorsionada dels mitjans de comunicació ha contribuït a estendre:
35বিকৃত সংবাদ প্রতিবেদন বিরুদ্ধে ইয়েমেনিদের সাদামাটা জীবন দেখিয়ে ভুল সংশোধনের চেষ্টা করা হয়েছে:Per a educar la gent en la història i l'herència del Iemen, la poeta iemenita Sana Uqba (@Sanasiino), que viu a Londres, va escriure i recitar un poderós poema sobre el Iemen (vídeo pujat per Yemeniah Feda'aih):
36ইয়েমেনের ইতিহাস এবং ঐতিহ্য জানাতে যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত ইয়েমেনি কবি সানা (@Sanasiino) ইয়েমেন সম্পর্কে কবিতা লিখে তা আবৃত্তি করছেন: (ইউটিউবে ভিডিওটি আপলেঅড করেছে Yemeniah Feda'aih) আমার ব্লগে খুব জনপ্রিয় একটা পোস্ট আছে।Una de les entrades més populars del meu blog, titulada “Yemen… unraveled facts about my beautiful homeland“[en] (Iemen… fets revelats sobre la meua bella patria”), destaca molts fets amagats sobre el Iemen, com ara que d'ací procedeix una de les millors i més cares mels del món - la “mel Doani” - o que va ser un dels primers països a introduir el cafè a Europa, ja que exportava la seua pròpia marca de cafè des del port de Mokha.
37পোস্টটির শিরোনাম “ইয়েমেন… আমার অপরূপা জন্মভুমির কিছু অপ্রকাশিত তথ্য“।Fahd Aqlan, un iemenita de 35 anys que viu al Caire, Egipte, va obrir una pàgina de Facebook anomenada So you think you've seen Yemen?
38পোস্টটিতে ইয়েমেনের অনেক অজানা বিষয় তুলে আনা হয়েছে।
39যেমন, বিশ্বের সবচে' ভালো এবং দামী মধু বলে পরিচিত ‘দোয়ানি মধু', এটা ইয়েমেনে পাওয়া যায়।[en] (Així que creus que has vist el Iemen?) per reparar els torts i mostrar al món altres aspectes del Iemen més enllà d'aquells que retraten els titulars.
40আবার ইয়েমেন হলো সেই দেশ, যারা ইউরোপবাসীকে সর্বপ্রথম কফি চিনিয়েছিল।
41তারা মোকা বন্দর দিয়ে ইউরোপে নিজেদের ব্র্যান্ডের কফি রপ্তানি করতো। ৩৫ বছর বয়সী ইয়েমেনি যুবক ফাহদ আকলান বর্তমানে মিশরের কায়রোতে বসবাস করেন।Summer Nasser, una activista iemenita i bloguera instal·lada a Nova York, va posar en funcionament una altra pàgina titulada The People of Yemen [en] (El poble del Iemen), que descriu com “un projecte fotogràfic que mostra la vida al Iemen, una foto a cada moment per a la gent d'arreu del món.”
42তিনি ফেসবুকে সো ইউ থিঙ্ক ইউ হ্যাভ সিন ইয়েমেন?Altres també han parlat a favor del seu país.
43নামে একটি পেজ চালু করেছেন।El periodista Adam Baron, que resideix al Iemen, deia [en] al seu escrit Drones-Ad-Hoc:
44এই পেজের লক্ষ্য হলো পত্রিকার সংবাদের মধ্য দিয়ে ইয়েমেন সম্পর্কে যে ভুল ধারণাগুলো তৈরি হয়েছে, তা দূর করা।
45যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী সামার নাসের নামের ইয়েমেনি ব্লগার, অ্যাক্টিভিস্ট “পিপল অব ইয়েমেন” নামে আরেকটি ফেসবুক পেজ খুলেছেন।
46এই পেজের উদ্দেশ্য হলো, ছরি'র মধ্যে ইয়েমেনের সাধারণ মানুষের জীবনকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা।
47ইয়েমেনকে তুলে ধরতে অন্যরাও কথা বলেছে।Els iemenites, per norma, són immensament amables i acollidors.
48ইয়েমেনে অবস্থানরত সাংবাদিক অ্যাডাম ব্যারন তার ব্লগে বলেছেন: Others have spoken out in support of the country.A Twitter, el periodista espanyol Samuel Aranda (@Samuel_Aranda_), guanyador d'un Word Press Award, va defensar el país com a estranger:
49Yemen-based journalist Adam Baron said in his Drones-Ad-Hoc hearing testimony:@Samuel_Aranda_: Per als qui pensen que al Iemen sols hi ha extremistes.
50ইয়েমেনীরা নিয়ম করেই যেন বন্ধুবৎসল ও আপন করে নেয়।Visiteu el Iemen!!! http://www.youtube.com/watch?
51টুইটারে বিশ্ব প্রেস পুরস্কার বিজেতা ফটোসাংবাদিক স্যামুয়েল আরান্দা (@Samuel_Aranda_) একজন বিদেশী হিসেবে এই প্রসস্তিটুকু করেছে:
52@স্যামুয়েল_আরান্দা: যারা ভাবেন যে ইয়েমেন শুধুই মৌলবাদের আখড়া তারা অনুগ্রহ করে দেশটিতে এসে দেখুন!! http://www.youtube.com/watch?
53v=yNMsm1Fl_X8&feature=related…v=yNMsm1Fl_X8&feature=related…
54খাবার-দাবার:Mostres de la cuina del Iemen
55ইয়েমেনে সাধারণত ঘরে তৈরি রুটি আর পাথরের বাসনকোসনে তরকারি রান্না করা হয়।
56এই ছবি'র খাবারগুলোই দেখুন।El menjar iemenita normalment s'acompanya de pa casolà i cuit al gres.
57সকালের নাস্তা কিংবা রাতের খাবারে এই রুটি, ফাভা বিন, কলিজা থাকে।Aquesta foto mostra un desdejuni típic o un sopar que consta de pa, faves i fetge, acompanyat de te amb llet i cardamom:
58আর সাথে থাকে দুধ, চা এবং এলাচ।Un desdejuni típic o sopar del Iemen.
59ইয়েমেনের সকালের নাস্তা বা রাতের খাবারের চিত্র।Foto per cortesia de la pàgina de Facebook “So you think you've seen Yemen?”.
60ছবি “সো ইউ থিঙ্ক ইউ হ্যাভ সিন ইয়েমেন?”El Bint Al Sahn (pastís de mel) és un plat tradicional molt popular al Iemen.
61ফেসবুক পেজের সৌজন্যে।Traduït al català literalment significa “filla del plat.”
62ইয়েমেনের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার হলো বিন্ত এল সাহন।Es fa superposant moltes capes de massa, que es fornegen i serveixen amb un toc de mel per damunt.
63ইংরেজিতে অনুবাদ করলে এর মানে দাঁড়ায়- ডটার অব দ্য প্লেট বা পাত্রের কন্যা।
64আগুনে সেঁকা ময়দার পিঠা স্তরীভূত করে এটা বানানো হয়।Es pren durant el menjar com a plat principal, no com a postres.
65আর পরিবেশনের সময় এর উপরে মধু দেয়া হয়।El famós Bint Al Sahn. Fotografiat per Hend Abdullah
66ডেজার্ট হিসেবে নয়, এটা খাওয়া হয় মূল খাবার হিসেবেই।Yemeni Kitchen [en] (Cuina del Iemen) és un bon blog per a introduir-se en la cuina del país.
67মজাদার বিন্ট এল সাহন। ছবি হেন্দ আবদুল্লাহ।El blog, com el descriuen els seus autors, “se centra en el menjar iemenita amb un gir històric”.
68ইয়েমেনের নানা রকমের খাবার-দাবারের পরিচয় করিয়ে দেয়ার জন্য চমৎকার একটি ব্লগ রয়েছে।No només proporciona una recepta pas per pas del plat que presenta, sinó que també conta la història que hi ha al darrere.
69ব্লগটির নাম ইয়েমেনি কিচেন।Música i dansa iemenites
70লেখক ব্লগটির বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, “ইতিহাসের মোড়কে ইয়েমেনের খাবার-দাবার”।
71এখানে শুধু রন্ধনপ্রণালির বর্ণনাই থাকে না, এর পেছনের যে ইতিহাস রয়েছে তাও তুলে ধরে।
72সংগীত, নাচ: ইয়েমেনের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী নাচের নাম হলো বারা।
73একটি বড়ো সাইজের ছুরি, ইয়েমেনি ভাষায় জানবায়া হাতে দ্রুত তালে এই নাচ নাচতে হয়।
74নাচের সময় ড্রাম এবং ইয়েমেনি বাঁশি মুজমার বাজানো হয়। নিচে দেখুন, তরুণ ইয়েমেনিরা এই নাচটি কীভাবে পারফর্ম করে।La Bara'a és una dansa tradicional del nord del Iemen que es compon de moviments ràpids amb una jambia [en], la daga típica iemenita, mentre es balla al ritme del tambor i la xeremia, un tipus de flauta autòctona.
75ইউটিউবে ভিডিও আপলোড করেছেন জিটিভি৩১৩:Al següent vídeo pujat a YouTube per GTB313 [en] es pot veure la destresa dels joves ballarins:
76আর দক্ষিণে আছে হার্দামট নাচ এবং সংগীত। ইউটিউবে আপনি এই নাচ-গান দেখতে পাবেন।Al sud, hi ha la dansa i música anomenades Hardamout, tal com es pot veure en aquest video de YouTube pujat per Yemen Reform [en]:
77ভিডিওটি আপলোড করেছেন ইয়েমেন রিফর্ম। ইয়েমেনের বিভিন্ন গান, ছড়া শুনতে নিচের লিংকগুলোতে ঢু মারতে পারেন: আইয়ুব তারিশ জনপ্রিয় ইয়েমেনি গায়ক এবং কম্পোজার।Per escoltar diverses cançons i ritmes iemenites, es poden visitar els enllaços següents: Ayoub Tarish és un famós cantant i compositor iemenita; Yemen Reform recopil·la vídeos de YouTube de diferents cantants iemenites que interpreten Alharethi, Alanessi, Alkebsi i també diverses Yemeni Nasheed Asswat Yemenia (veus iemenites).
78ইয়েমন রিফর্ম আপনাকে ইয়েমেনের বিভিন্ন গায়ক যেমন আলহারেথি, আলনেসি, আলকেবসিদের গানের ইউটিউবের লিংক দিয়ে থাকেন। এছাড়াও আসওয়াত ইযেমেনিয়াতে বিভিন্ন ইয়েমেনি কণ্ঠস্বর পাওয়া যাবে।A més a més, hi ha cançons d'Abu Bakr Salem Balfaqih, Ali Thahban i Muhammad Morsehd Naji entre altres; My Diwan té la col·lecció més gran de cançons iemenites i Ahmed Fathi és un destacat músic, cantant i compositor iemenita que també toca el llaüt àrab.
79এখানে আবু বকর সালেম বালফাকিহ, আলী তাহবান এবং মুহাম্মদ মোরশেদ নাজিদের গান শোনা যাবে।Art, fotografia i paisatges Aquest vídeo, pujat per TourYemen [en], mostra l'art, la cultura i els impressionants paisatges i precioses vistes del Iemen:
80ইয়েমেনের সর্বসাম্প্রতিক গানের সংকলন হলো মাই দিওয়ান।Altra vista panoràmica del Iemen està disponible en aquest vídeo pujat a YouTube per tomeriko [en]:
81আর আহমেদ ফাতহি হলেন ইয়েমেনের পরিচিত সংগীতশিল্পী এবং কম্প্রোজার।Es poden trobar més fotos espectaculars del Iemen a les pàgines de Facebook dels fotògrafs Ameen Al-Ghabri i Abu Malik:
82শিল্প, স্থিরচিত্র ও প্রকৃতি: টুরইয়েমনের আপলোড করা ভিডিওতে ইয়েমেনের শিল্প, সংস্কৃতি এবং দিগন্তবিস্তৃত নয়নাভিরাম প্রকৃতি দেখা যাবে:
83ইউটিউবে তোমেরির আপলোড করা আরেকটি ভিডিওতে ইয়েমেনের প্যানারোমিক দৃশ্য দেখা যাবে:
84তবে ইয়েমেনের হৃদয় ছুঁয়ে যাওয়া সব ছবি দেখা যাবে আমেন আল-গাবরি এবং আবু মালিকের ফেসবুক পেজে:
85আমেন আল-গাবরি'র লেন্সে পুরোনো সানা'র চমত্কার একটি দৃশ্য।Una foto preciosa de la vella ciutat de Sanà a través de la lent d'Ameen Alghabri.
86বন্দরনগরী এডেনের কিছু সংগৃহীত ছবি। ছবি তুলেছেন আমেনা আল-গাবরি।Una selecció de fotos de la ciutat d'Aden feta per Ameen Alghabri.
87পাহাড়ের চুড়া থেকে দেখা ইব সিন শহরের দৃশ্য।Una vista impressionant de la ciutat d'Ibb des d'un penya-segat.
88ছবি তুলেছেন আবু মালিক।Foto d'Abu Malik.
89ইয়েমেনের কিছু চিত্রশিল্পী হলেন লামিয়া আল-কিবসি, ফুয়াদ আল-পুতেহ, মাজহার নিজারসহ আরো অনেকের চিত্রকর্ম দেখতে পাবেন এখানে এবং এখানে।Alguns dels pintors iemenites més famosos són Lamia Al-Kibsi, Fuad Al-Futaih [ar] i Mazher Nizar [en], i es pot veure més del seu treball ací [ar] i ací [en]. Pintura a l'oli de Al-Futaih, que pertany a la col·lecció privada de l'autora d'aquest post, Noon Arabia.
90ফুয়াদ আল ফুতেহ'র একটি তৈলচিত্র। পোস্ট লেখক নুন অ্যারাবিয়া'র ব্যক্তিগত সংগ্রহ থেকে নেয়া হয়েছে।Com alternativa als mitjans occidentals, es pot resseguir la cultura local i les històries socials a través dels mitjans propis del país com ara The Yemen Times [en] i La Voix du Yemen [fr].