Sentence alignment for gv-ben-20150212-47246.xml (html) - gv-cat-20150223-9524.xml (html)

#bencat
1পরিবেশ বান্ধব চারা রোপণের টব নির্মাণে নারকেলের ছোবড়াকে নতুন করে কাজে লাগানোUn test ecològic: el test indi de fibra de coco
2নারকেলের ছোবড়া এবং তার কোমল আঁশ দিয়ে বানানো চারা রোপণের টব একাধারে পরিবেশ বান্ধব ও দামে সস্তা।Testos de fibra de coco: contenidors ecològics i molt econòmics.
3ছবি শুভাশিস পানিগ্রাহীর, সিসি-বাই-এসএ ৪.Imatge de Subhashish Panigrahi.
4০-এর অধীনে ব্যবহার করা হয়েছে।Dret d'ús: CC-by-SA 4.0.
5উপরের ছবিতে যে ছোবড়া দিয়ে বানানো টব দেখা যাচ্ছে সেটি ছোবড়ার আঁশ বা নারকেলের ছোবড়া দিয়ে বানানো হয়েছে, যা নারকেল ছিলে ফেলার পর অবশিষ্ট হিসেবে রয়ে যায়।Els testos de la imatge de dalt estan fets de fibra de coco, un producte considerat de rebuig en la producció del coco.
6ছোবড়া হচ্ছে নারকেলে মাঝে থাকা এক প্রাকৃতিক আঁশ, যেগুলোকে ভেতরে শক্ত কাঠামো থেকে আলাদা করে ফেলে হয় যা এটি নারকেলের বাইরে আবরণের অংশ।Aquesta fibra és natural i s'extreu de dins de la closca dura del coco i del revestiment exterior.
7এগুলো দিয়ে মেঝেতে বিছানোর পাপোশ, দরজায় ঝোলানোর পাপোশ, ব্রাশ, তোষক, পাকানো দড়ি এবং হাতে বোনা গালিচা বানানো যায়।Normalment s'utilitza pel revestiment de sòls, per estores, matalassos, cordes i catifes teixides.
8নারকেলের যে বাইরের আবরণ এবং তার অবশিষ্ট অংশের এক তৃতীয়াংশ হচ্ছে এই ছোবড়ার আঁশ, যাকে ছোবড়ার শাস বা গুঁড়া হিসেবে অভিহিত করা হয়, যা পরিবেশে সহজে বিনষ্ট হয়ে যায় বা পচনশীল।La fibra de coco constitueix aproximadament un terç de la fruita i és biodegradable.
9ছোবড়ার গুঁড়াকে এক সময় বর্জ্য বা কাজে লাগানো যায় না এমন এক উপাদান হিসেবে দেখা হত, কিন্তু এখন এটিকে মাটির গুণ ফিরিয়ে আনার কাজে লাগানো হচ্ছে। এখন মাটির উপরে রোপণ সহায়ক স্তর তৈরী এবং মাটি ছাড়াই প্রাকৃতিক খনিজের পুষ্টির মাধ্যমে চাষের এক উপাদান হিসেবে ছোবড়ার গুঁড়ার ব্যবহার ক্রমশ বাড়ছে, যার এক উদাহরণ হচ্ছে এগুলো উক্ত ছোবড়ার পাত্রের ভেতরে ব্যবহার করা।Com a rebuig, aquest producte s'acostumava a llençar, però cada vegada més està sent utilitzada com a contenidor o com a fertilitzant i substrat, ja que la fibra es descompon poc a poc i de forma natural, i en trenta dies es pot convertir en un fertilitzant 100% natural que beneficia les plantes.
10যদি জৈবিক কোন জীবাণু ব্যবহার করে ছোবড়ার আঁশটাকে কৃত্রিমভাবে পচানো হয়, তাহলে ৩০ দিনের মধ্যে তা শতভাগ জৈবিক সারে পরিণত হবে, যা উক্ত গাছটিকে বেড়ে উঠতে সহায়তা করবে।Utilitzant aquests testos de coco, que poden plantar-se directament a la terra, es podrien eliminar els 100 milions de testos de plàstic que acaben a les escombraries.
11ছোবড়ার দিয়ে বানানো টব ব্যবহার করার মাধ্যমে এটিতে জন্মানো চারাগাছ টব সহ সরাসরি বাগানে বপন করা সম্ভব আর এর মাধ্যমে এক হিসেবে ১০০ মিলিয়ন প্লাস্টিকের টব বাঁচানো সম্ভব, যার শেষ পরিণতি হচ্ছে আবর্জনার স্তূপে।El Cocus nucifera creix en molts països tropicals, però s'explota comercialment en països com: l'Índia, Tailàndia, Sri Lanka i les Filipines.
12ক্রান্তীয় অঞ্চলে প্রচুর নারকেল গাছ (Cocus nucifera) জন্মে, তবে ভারত, থাইল্যান্ড, শ্রীলংকা এবং ফিলিপাইনে মূলত এর বাণিজ্যিক ভাবে চাষ হয়ে থাকে।Les cordes de fibra de coco s'utilitzen des de l'antiguitat i es troben a la història de l'Índia i d'Aràbia.
13প্রাচীনকাল থেকে নারকেলে ছোবড়া রশি এবং জাহাজের পাল টানানোর দড়ি বানানোর কাজে ব্যবহার হত এবং ভারত ও আরব দেশগুলোতে এখনো যা দেখা যায়।En aquest vídeo del YouTube podem veure com es fa la fibra de coco:
14এই ইউটিউব ভিডিও প্রদর্শন করছে কি ভাবে নারকেল ছিলে তা থেকে এর ছোবড়া আলাদা করা হচ্ছে: ভারত বিশ্বের ৬০ শতাংশ নারকেলের ছোবড়ার থেকে তৈরী আঁশের সরবরাহকারী।L'Índia suma el 60% de la producció mundial de fibra de coco, i entre l'Índia i Sri Lanka produeixen conjuntament el 90%.
15বিশ্ব জুড়ে প্রতি বছর যে নারকেলের ছোবড়া প্রস্তুত হয়, তার ৯০ শতাংশ উৎপন্ন হয় ভারত ও শ্রীলঙ্কায়। ২০১১১-১২ সালে ছোবড়ার আঁশ রপ্তানি করে ভারত ২২০ কোটি রূপি (প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার) সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করেছে এবং উপসাগরীয় দেশগুলোয় এর চাহিদার কারণে দেশটি এর রপ্তানি পাঁচগুণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।L'Índia, fins i tot, ha millorat la seva balança comercial amb 2.200 milions de rupies (uns 37 milions de dòlars americans) entre el 2011 i el 2012 amb aquest producte, i pensa incrementar en cinc vegades les seves exportacions, degut principalment a la demanda dels països del Golf.
16ছোবড়ার আঁশ-এর ব্যবহারের ক্ষেত্রে এক আবিষ্কার হচ্ছে ছোবড়ার টব,সবুজ উদ্যানের শুরু করতে চায় এমন যে কেউ যে সম্পদের প্রতি আগ্রহী হবে।Aquests testos de fibra de coco són un producte interessant per a tots aquells interessats en la jardineria orgànica.
17বীজের অঙ্কুরোদগম পেয়ালা অথবা নারকেলের টবঃ নারকেলের ছোবড়া থেকে ছোবড়ার টব বানানো হয়েছে যার প্রাকৃতিক রাবার যোগ করা হয় অথবা হয় নাUn test per germinar les plantes o un TEST DE COCO: els testos de coco estan fets de fibra de coco, barrejats o no amb cautxú natural. Foto: pic.twitter.com/9NslaI0ySR.
18এই ছোবড়ার টবে গাছ লাগানোর পর, এর শেকড় ছোবড়ার ভেতরে প্রবেশ করতে পারে, কাজে এই টব এবং গাছের চারা দুটোকেই একই সাথে মাটিতে পুতে ফেলা সম্ভব- প্লাস্টিকের টব এবং এই কাজে যে ঘাম ঝরানো হয়েছে তা নষ্ট হবে না।- Apex Coir (@ApexCoir) 12 de novembre de 2013 Després de plantar l'arbre en el test, les arrels creixen a través de les parets, de manera que la planta i el test sencer es poden plantar conjuntament a la terra.
19গ্লোবাল ভয়েসেস-এর লেখক শুভাশিস পানিগ্রাহী ফেসবুকে লিখেছে:Sense plàstics ni esforços innecessaris! Subhashish Panigrahi, l'autor indi de Global Voices, va escriure al Facebook:
20ছোবড়া দিয়ে বানানো চারাগাছের টব এক নতুন রপ্তানিযোগ্য পণ্য।Els testos per a plantes fets de coco són un nou producte d'exportació.
21বিস্ময়কর ভাবে বেশ সস্তা এই পরিবেশ বান্ধব উপাদান ভারতে তেমন একটা বাজার পায়নি।Curiosament, tot i ser econòmics, aquests materials ecològics no han trobat un mercat a l'Índia.
22ছোবড়ার আঁশ এই সমস্ত টবে সার হিসেবে ব্যবহার করা হয়।El coco serveix d'adob pels testos.
23দুই বছর বা এরকম সময়ে, যখন চারার শিকড় টবের ভেতর প্রবেশ করতে শুরু করে, তখন এটিকে সরাসরি নিয়ে মাটিতে পুতে দিলেই কাজ সমাপ্ত।Després d'uns dos anys, quan les arrels comencen a penetrar a les parets del test, es pot plantar directament a la terra.
24কি দারুণ পরিচ্ছন্ন এক চিন্তা!Quina gran idea!
25ছোবড়া দিয়ে বানানো টবের সুবিধা হচ্ছে পেট্রোলিয়াম ভিত্তিক নার্সারির টব, ফ্লাট বা চারা রাখার স্থান ও পাত্রের বদলে এগুলোকে ব্যবহার করা যায়।El benefici dels testos de coco és que poden reemplaçar a tots aquells de plàstic, elaborats a partir d'hidrocarburs, com els plats per sota dels testos i les safates.
26যদিও সেগুলো হালকা, টেকসই এবং সেগুলোকে রিসাইকেল করা যায়, তবে সাধারণত এগুলো আবর্জনা উড়ে গিয়ে পরিবেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।Aquests testos de plàstic són lleugers, resistents i es poden reciclar, però normalment acaben a les escombraries.
27তবে এখন অনেক কিছুর পরিবর্তন ঘটেছে।Tot i així, les coses comencen a canviar.
28পরিবেশের জন্য উপযোগী এমন উপাদান যেমন ছোবড়ার টবে চারাগাছ রোপণ ক্রমশ সহজলভ্য হয়ে উঠছে বিশেষ করে যখন প্লাস্টিক এবং রাবারের পরিবেশের উপর তৈরী করা প্রভাব নিয়ে উদ্যান রচয়িতাদের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।Les plantes en recipients biodegradables, com ara de fibra de coco, s'ofereixen cada vegada més. El sector de l'horticultura també està cada vegada més sensibilitzat sobre els efectes del plàstic i de la goma al medi ambient.
29শুভাশিস পানিগ্রাহী এই প্রবন্ধ লেখায় সহায়তা করেছে।Subhashish Panigrahi ha contribuit en aquest post.