# | ben | cat |
---|
1 | কিভাবে কার্টুন চরিত্র ‘মীনা’ বদলে দিচ্ছে মেয়েদের প্রতি দক্ষিণ এশিয়ার সমাজগুলোর নেতিবাচক ধারনা | Meena, un dibuix animat, canvia l'actitud de l'Àsia del sud envers les xiques «Aprendre pot ser divertit». |
2 | মীনার কমিক বইয়ের কভার পাতা। | Captura de pantalla de la portada del còmic de Meena. |
3 | ছবি ইউনিসেফের সৌজন্যে | Imatge cortesia d'UNICEF. |
4 | আজ থেকে ২০-২৫ বছর আগে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মেয়েদের অবস্থা ছিল করুণ। | Fa només dues dècades, l'estatus de moltes dones d'alguns països de l'Àsia del sud era baix. |
5 | তখন গ্রামের বেশির ভাগ মেয়েকে পড়তে দেওয়া হতো না। | A moltes xiques de les àrees rurals no se'ls permetia estudiar. |
6 | সবার ধারণা ছিল, মেয়েরা ঘর-সংসার করবে; তাদের লেখাপড়ার কী দরকার। | Inevitablement es casava les xiques tan prompte com creixien, així que per a què estudiar? |
7 | অল্প বয়সেই তাদের বিয়ে দেওয়া হতো। | A casa els xics obtindran el millor menjar i les xiques les sobres. |
8 | মেয়েদের চেয়ে ছেলেদের ভালো ভালো খাবার দেওয়া হতো। | Però aquesta actitud tan discriminatòria ha canviat moltíssim, en part gràcies a un dibuix animat [en]. |
9 | কিন্তু আজ মেয়েদের নিয়ে এই নেতিবাচক ধারনার পরিবর্তন এসেছে। | El personatge de ficció Meena [en] protagonitza un programa de televisió homònim de l'Àsia meridional. |
10 | এই পরিবর্তনের পেছনে একটি কার্টুন চরিত্রের ব্যাপক ভূমিকা রয়েছে। | Promoguts per UNICEF [en], Meena i el seu programa de televisió són molt populars a la zona. |
11 | সেই কার্টুন চরিত্রের নাম মীনা। এই অঞ্চলের শিশু-কিশোরদের কাছে একটি অতি পরিচিত চরিত্র। | UNICEF ha desenvolupat la Iniciativa Comunicativa de Meena (MCI) [en] com un projecte de comunicació destinat a canviar les percepcions i el comportament que obstaculitzen la supervivència, protecció i desenvolupament de les xiques d'Àsia del sud. |
12 | ইউনিসেফের সহায়তায় এই কার্টুন ধারাবাহিকটি নির্মিত হয়ে থাকে। বাংলাদেশ ছিল প্রথম দেশ যেখানে ১৯৯৩ সালে বিটিভিতে মীনার স্কুলে যাওয়ার গল্প দেখানো শুরু হয়। | Bangla Desh va ser el primer país que conegué Meena [en] quan una pel·lícula sobre la seua lluita per a anar a l'escola es va emetre a la televisió nacional de Bangla Desh (BTV) el 1993. |
13 | এই কার্টুনের আরও জনপ্রিয় চরিত্র তার ভাই রাজু এবং তার পোষা টিয়াপাখি মিঠু। | Els personatges secundaris de les seues històries són, entre altres, Raju, el germà de Meena, i el seu lloro Mithu. |
14 | মীনা কার্টুনের মূল চরিত্র মীনা। | Aquesta és Meena. Imatge de Wikimedia |
15 | ছবি উইকিমিডিয়া থেকে নেয়া হয়েছে। | Segons un vell informe d'UNICEF [en]: |
16 | প্রায় দুদশক ধরে মীনা দেখিয়েছে কোটি মেয়েদের কি করা সম্ভব। | Des dels seus inicis fa 14 anys, ella ha ensenyat milions de dones i xiques el que poden aconseguir. |
17 | | Els seus missatges estan relacionats amb diferents qüestions, des de reconéixer o resoldre el problema de l'assetjament escolar fins al desafiament de l'estigma del VIH/SIDA, passant pel dret de les xiques a practicar esport. |
18 | সে ইভ টিজিং থেকে শুরু করে এইচআইভি/এইডস বা মেয়েদের খেলার অধিকার সম্পর্কে তথ্য ও সমাধান দিয়েছে। | Les històries de Meena són molt entretingudes i divertides, però també reflecteixen, en la seua essència, les realitats de les xiques que viuen a l'Àsia del sud. |
19 | | Meena ha estés missatges per parar els casaments d'infants i la pràctica del dot i ha promogut una utilització saludable dels banys, l'enviament de les xiques a l'escola, la igualtat entre xics i xiques i el dret a l'educació per a les treballadores domèstiques. |
20 | মীনার গল্পগুলো খুবই চিত্তাকর্ষক ও মজার, তবে সেগুলো দক্ষিণ এশিয়ার মেয়েদের বাস্তব সমস্যা নিয়ে কথা বলে তাই হৃদয় ছুঁয়ে যায়। | Els seus programes destaquen la potencial contribució a la societat que les xiques poden fer si se'ls concedeix igualtat de condicions. |
21 | ইউনিসেফের মীনা কমিউনিকেশন ই্নিশিয়েটিভ নামক প্রচারণার দ্বারা মীনা কার্টুনের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা, স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও ব্যবহারে উৎসাহিত করা, মেয়েদের স্কুলে পাঠানো, কমবয়সী মেয়েদের বিয়ে থেকে স্কুলকে বেশি গুরুত্ব দেওয়া, যৌতুক বন্ধ করা, ছেলে-মেয়ে সমান পুষ্টি ও সুযোগ-সুবিধার দাবিদার, প্রয়োজনীয় ও সমঅধিকার পেলে মেয়েরাও অনেক কিছু হতে পারে তা বোঝানো, শহরের বাসায় বাসায় কাজে সাহায্য করে এমন মেয়েদের প্রতি সুবিচার ও তাঁদের প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে। | |
22 | একটা বাচ্চা মেয়ের মাধ্যমে যে বার্তা দেয়া হচ্ছে, তা সবাইকে প্রভাবিত করছে। | Com un missatge estés per una xiqueta menuda, un dibuix animat, pot ser tan poderós com per contribuir a canviar la societat radicalment? |
23 | দৈনিক প্রথম আলো‘কে গৃহবধু নাজনীন রহমান জানিয়েছেন: | La mestressa de casa Naznin Rahman va escriure al diari Daily Prothom Alo [bn]: |
24 | আমার মা জোহরা বেগম তাঁর দুই ছেলের বিয়েতে যৌতুক নিয়েছেন। | Ma mare Zohra Begum va demanar dot per als seus dos fills més grans. |
25 | তখনো টিভিতে মীনা দেখাতে শুরু করেনি। | Per aquell temps Meena no existia. |
26 | তারপর যেই তিনি মীনা দেখতে শুরু করলেন, তাঁর চরিত্রে মেয়েদের প্রতি আলাদাভাবে একটা সহানুভূতি কাজ করতে লাগল। | Des que ha començat a veure Meena, ha desenvolupat una simpatia envers les xiques en particular. |
27 | তারপর যখন তাঁর ছোট ছেলের বিয়ে দিলেন, তখনই আমরা বুঝতে পারলাম তিনি মীনার দ্বারা কতটা প্রভাবিত। | Quan ja havia casat el seu fill més menut, ens n'adonarem de com Meena li havia influït. |
28 | আম্মা আমার ছোট ভাইয়ের বিয়েতে যৌতুক নেননি। | No va demanar cap dot per al meu germà menut. |
29 | ইতিবাচক পরিবর্তন আসার কথা লিখেছেন শুভ অংকুরও: | Shuvo Ankur [bn] va escriure sobre els canvis positius que havia provocat Meena a la pàgina per a xiquets BDNews24.com: |
30 | প্রচার হবার পর থেকেই মীনা পেয়ে যায় দারুন জনপ্রিয়তা। | Meena va aconseguir popularitat des del principi. Els canvis van ser visibles poc després. |
31 | এবং এর ফলে আসতে থাকে বেশ কিছু পরিবর্তন। আগে গ্রামাঞ্চলে মেয়ে শিশুদেরকে স্কুলে যেতে না দিয়ে বাড়ির কাজ করানো হতো। | Al principi, a les zones rurals les estudiants deixaven l'escola i acabaven treballant de criades, però la situació va variar després que es començara a emetre el programa de Meena. |
32 | মীনা কার্টুন প্রচার হবার পর থেকে আস্তে আস্তে ঘটতে থাকে পরিবর্তন। | En la pantalla, als inicis, Meena tampoc tenia permís per anar a l'escola, però va canviar el seu destí i va aconseguir el permís per fer-ho. |
33 | কারণ মীনা কার্টুনেও দেখানো হয়েছে যে তাকে স্কুলে যেতে দেয়া হতো না। কিন্তু কিছু ঘটনার পরে তাকে স্কুলে যেতে দেয়া হয়। | Gràcies al seu enginy i a la seua intel·ligència, Meena va aprendre a comptar i va adquirir altres coneixements essencials per evitar que son pare fóra enganyat per altres persones. |
34 | এবং মীনা বিভিন্ন বুদ্ধিমত্তার পরিচয় রাখতে থাকে। | Va salvar les seues vaques d'un lladre. |
35 | সে লেখাপড়া শিখে তার বাবাকে ঠকে যাবার হাত থেকে রক্ষা করে। আবার বাড়ির গরু চুরি ঠেকায়। | La seua intel·ligència es va fer popular i la negligència que patien les xiques dels països d'Àsia del sud va començar a desaparèixer lentament. |
36 | এমনি সব কাজের জন্য মীনা হয়ে যায় সবার জনপ্রিয় এবং সার্কভুক্ত দেশগুলোতে মেয়ে শিশুদেরকে অবহেলাও কমে যেতে থাকে। | Sohanur Rahman [bn] va escriure a Kishorebarta que encara queda molt per aprendre d'aquest programa de dibuixos animats: Hem aprés molt de Meena. |
37 | সোহানুর রহমান মীনা কার্টুন থেকে অনেক কিছু শেখার কথা উল্লেখ করেছেন: | Des dels 90 fins avui, Meena s'ha convertit en una estrella i en un personatge especial de la nostra societat. |
38 | […] মীনার কাছ থেকে আমরা অনেক কিছুই শিখেছি। | També s'emet Meena a la ràdio. |
39 | সেই ৯০ দশক থেকে আজকের দিন প্রযন্ত প্রায় ১৭ বছর ধরে মীনা আমাদের সমাজের প্রতিটি মানুষের মনের মনিকোঠায় একটি উজ্জ্বল চরিত্র হিসেবে স্থান দখল করে নিয়েছে। | Farzana Islam Tithi, de 24 anys, qui posa veu a Meena, va comentar al periòdic The Daily Star [en]: Tothom estima Meena des de la seua infància i tothom, sense importar la seua edat, ha vist aquests dibuixos amb il·lusió. |
40 | টুইটার ব্যবহারকারী বেঙ্গলিথিঙ্কের (@bengalithingss) কাছে মীনা কার্টুন ছিল রোল মডেল: | Jo també els veia. Potser l'accent de Meena va tenir un gran efecte en mi i crec que aquest sentiment m'ha ajudat a posar-li veu. |
41 | সত্যি বলছি, ছোটবেলায় মীনা কার্টুনের মীনা ছিল আমার রোল মডেল। | L'usuari de Twitter Bengalithings [en] considera que Meena és un model de comportament: |
42 | ইউনিসেফ বাংলাদেশের (@UNICEFBD) টুইটার অ্যাকাউন্ট থেকেও সমাজের নেতিবাচক ধারনা বদলে দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। | Per a ser sincera, el dibuix animat Meena va ser un dels referents de la meua infància. #nosarcasm (sense sarcasme) #truth (veritat) #bengali |
43 | অ্যানিমেশন চরিত্র মীনা শিশুদের অনুপ্রাণিত করছে, সমাজের নেতিবাচক ধারনা দূর করতে ভুমিকা রাখছে। | El compte de Twitter bengalí d'UNICEF (@UNICEFBD) recorda que: El personatge de dibuixos animats, Meena, continua influenciant les vides dels xiquets i dissipa els estereotips socials negatius… http://t.co/h5mbXHr64Y [en] |
44 | প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি, ঝরেপড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সামাজিক উদ্বুদ্ধকরণের জন্য প্রতিবছর ২৪ অক্টোবর বাংলাদেশে মীনা দিবস পালিত হয়ে থাকে। | Cada any el 24 d'octubre se celebra el “Meena Day” [en] o Dia de Meena a Bangla Desh per a promoure la consciència social sobre l'escolarització del 100% dels xiquets, per a evitar l'abandonament escolar i assegurar-los una educació adequada. |
45 | মীনা দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাইরেও জনপ্রিয় হয়েছে। | Segons alguns informes [bn], Meena també ha guanyat popularitat més enllà de la regió de l'Àsia del sud. |
46 | আরবি, বার্মিজ, চীনাসহ ত্রিশটির বেশি ভাষায় এর ডার্বিং হয়েছে। | S'ha doblat a més de 30 llengües com l'àrab, el birmà o el xinès. |
47 | মীনা কমিক বইগুলো এখানে থেকে ডাউনলোড করা যাবে। | Podeu descarregar-vos el còmic de Meena en anglès ací. |