# | ben | cat |
---|
1 | পোল্যান্ড: আত্মা শান্তিতে ঘুমাক, কৃষ্ণ শনিবার, ১০. | Polònia: rèquiem del Dissabte Negre |
2 | ০৪.২০১০ ওয়ারশতে প্রজ্বলিত মোমবাতি, ছবি মারিয়া সেইডেল-এর | Espelmes a Varsòvia, fotografia de Maria Seidel |
3 | যেমনটা আমরা পোলিশ জাতির জীবনে ঘটা বেদনাদায়ক ঘটনার প্রথম ২৪ ঘন্টার মাঝে বাস করছি, এই সময় পোল্যান্ড যখন তার রাষ্ট্রপতি ও অন্য গুরুত্বপূর্ণ ৯৫ জন ব্যক্তিকে হারিয়েছে, তখন সামাজিক প্রচার মাধ্যম সকালের এই শোকাবহ ঘটনার বিভিন্ন প্রতিক্রিয়া তুলে ধরেছে। | Encara no havien passat les primeres 24 hores des de la tragèdia de la nació polonesa, i les xarxes socials ja presentaven diverses reaccions als fets ocorreguts aquell matí, quan Polònia perdé el seu president i 95 personalitats públiques del país. |
4 | ফেসবুকে, লোকজন নতুন তৈরি করা একটি দলে জড় হয়েছে: [*] স্মোলেনেস্কের কাছে যে সমস্ত পোলিশ নাগরিক নিহত হয়েছেন তাদের জন্য। | A Facebook, molta gent s'ha anat unint als nous grups que s'han creat: |
5 | এই শোকের সময় আমরা একতাবদ্ধ | [*] Per als polonesos que avui han mort prop d'Smoleńsk. |
6 | আত্মা শান্তিতে ঘুমাক (রেস্ট ইন পিস বা আর. | Tots units en la tragèdia Descansin en pau. |
7 | আই. পি) কৃষ্ণ শনিবার ১০. | Dissabte Negre 10.04.2010 |
8 | ০৪.২০১০ এখনো অনেকের এই সত্যটি মেনে নিতে কষ্ট হচ্ছে : | Alguns encara lluiten per acceptar els fets: |
9 | লুকাসজ সোসিনিস্কি: উন্মাদ! | Que fort! |
10 | অসম্ভব… আমি এটা বিশ্বাস করি না। | Impossible… no m'ho vull creure. |
11 | অন্যরা আজকের দিনের এই বিপর্যয়ের কথা স্মরণ করার উপর জোর দিয়েছেন ও কোন এলাকায় এটি ঘটেছে তার উপর: | Alguns altres afirmen la importància de recordar la catàstrofe d'avui i el lloc on ha passat: |
12 | গোসিয়া মুটকা : এই ঘটনার সাথে কাতিনে ঘটা হত্যাকাণ্ড এমন এক বিষয় যার কথা পোলিশ জনতা কখনোই ভুলবে না। | Aquesta tragèdia, igual que la matança de Katyń, els polonesos mai no l'oblidarem… |
13 | অনেকেই পুরো ঘটনার দুর্ভাগ্যজনক বিষয়টির তুলে ধরেছেন: | Molts destaquen la trista ironia que envolta l'accident: |
14 | কাতিনের ঘটনায় যারা নিহত হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা সেখানে গিয়েছিল এবং নিজেরাই দুর্ঘটনার শিকার হল…. | Molts es desplacen per retre tribut a les víctimes de Katyń i es converteixen en víctimes ells mateixos… |
15 | রাষ্ট্রপতি ভবনের সামনের অংশ, ওয়ারশ, ছবি মারিয়া সেইডেল-এর। | Davant el Palau Presidencial, Varsòvia, fotografia de Maria Seidel |
16 | সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট ‘নাসকা-ক্লাসা' বেশ কিছু পরিমাণ গুরুত্বপূর্ণ পোস্ট ছাপে, যা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা, জাতির প্রতি বেদনা এবং পুরো দেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পাশে থাকা ব্যক্তিদের প্রতি নতুন এক ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে: | La pàgina de la xarxa social Nasza-Klasa també compta amb moltes entrades expressant el condol a les famílies, la tristesa de tota una nació i una nova visió d'unitat per a tot el país al voltant de la figura del president: |
17 | যখন তিনি জীবিত ছিলেন কেউ তাকে সমর্থন করেছে, অন্যেরা তার বিরোধিতা করেছে। | Mentre vivia, alguns li donaven suport i alguns altres s'hi oposaven. |
18 | এই দুর্ঘটনার পর সকলেই তার পেছনে এসে দাঁড়িয়েছে! | La tragèdia ha fet que tothom li doni suport! |
19 | বিষয়টি বেদনাদায়ক এই কারণে যে, কেবল এই সময়ে তাকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হয়েছিল। | |
20 | যখন তার জীবদ্দশায় তাকে নিয়ে আমরা রসিকতা করতাম…. এখন কেবল বিষাদ এবং শোক, কারণ আমাদের রাষ্ট্রপতি ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন এবং তার সাথে আরো অনেকেও এ জগৎ ছেড়ে চলে গেছে। | És trist que només ara se'l consideri el president, perquè tots solíem fer-li befa quan vivia… En aquests moments només hi ha tristesa i pena perquè el nostre president i molts altres han marxat. |
21 | এটা বেদনাদায়ক এবং হতাশার বিষয় যে, কেবল এখন তার প্রশংসা (*) করা হচ্ছে. | És trist i depriment que només ara sigui valorat. |
22 | তার পরিবারের প্রতি তীব্র সহানুভূতি প্রকাশ করা হচ্ছে এবং তারাই এসব করছে, যারা সত্যিকারের অনুতাপ করে!!! | Molt ànim a les seves famílies i a les persones més properes! |
23 | ওয়ারশ-এ এক কিশোরী স্কাউট, ছবি মারিয়া সেইডেল-এর | Una noia escolta a Varsòvia, fotografia de Maria Seidel |
24 | যখন সবাই সরকারি বিবৃতির অপেক্ষায়, তখন ফোরাম ও সংবাদের মন্তব্যে, লোকজন এই দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ নিয়ে আলোচনা করতে শুরু করেছে। | Mentre s'esperen declaracions oficials, als fòrums i als comentaris dels articles de notícies, la gent comença a debatre les raons reals que s'amaguen rere l'accident. |
25 | রোলেড সবচেয়ে বাস্তব কারণগুলোর তালিকা তৈরি করেছে: | Roled enumera les més òbvies: |
26 | ১ আপনারা পুরনো বাজে একটা যান নিয়ে উড়াল দিলেন, এমন এক যান, যাকে এমনকি পাইলটও ওড়াতে ভয় পাচ্ছিল। | 1. Voles amb aparells antics, que fins i tot els pilots temem conduir. |
27 | ২. আপনারা পুরনো বাজে একটা যান নিয়ে ঝড়ো এক আবহাওয়ায় উড়াল দিলেন, সামনের কোন জিনিস দেখা যাচ্ছিল না এমন আবহাওয়ায়। | 2. Voles amb aparells antics en condicions meteorològiques difícils, amb molt poca visibilitat. |
28 | ৩. আপনারা এই বাজে জিনিসটিকে এমন এক বিমান বন্দরে নামানোর সিদ্ধান্ত নিলেন যা বাজে আবহাওয়া নামার অনুপযুক্ত। | 3. Decideixes aterrar l'aparell en un aeroport que no està disponible per les condicions meteorològiques. |
29 | ৪. বিমানে ৮০ জন এর বেশি যাত্রী ছিল, প্রধানত তারা ছিল দেশের গুরুত্বপূর্ণ সব ব্যক্তি। | 4. Amb tu viatgen més de 80 persones, bàsicament les més importants. |
30 | ৫ এটা একটা সাধারণ জ্ঞানের ব্যাপার যে, এমন এক ব্যক্তি যার অতীত ইতিহাস রয়েছে পাইলটদের জোর করা, যাতে তারা “কম ভয় পায়” [অতীতে খারাপ আবহাওয়া রাষ্ট্রপতির জরুরি অবতরণের অনুরোধ জানানোর কথা উল্লেখ করে], এর ফলাফল, যদি আপনি পরিষ্কার ভাবে দেখতে পারেন, তা হলে তাদের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। | 5. Ja se sap que certes persones tenen un llarg historial a l'hora de forçar els pilots a ser “menys porucs” [clara referència a la demanda prèvia del president d'aterrar en males condicions]. |
31 | উইজেক_এক্সট্রিমা ধারণা করছেন [পোলিশ ভাষায়]: | Els resultats, si un hi pensa fredament, encara els han de veure. |
32 | বেদনাদায়কভাবে, আমি বিশ্বাস করি পাইলটের উপর চাপ প্রয়োগ করা হয়েছিল। | Wujek_extrema especula[PL]: Malauradament crec que es va pressionar els pilots. |
33 | আমি শুনতে পেয়েছি তাদের একজন বলছে: “আমরা রাশিয়াকে এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেব না, আমরা কি করবো”- বিশেষ করে কাতিন যাবার পথে। | Gairebé puc escoltar algú dient: “No deixarem que els russos ens diguin què hem de fer”; especialment en direcció a Katyń. |
34 | আন্তর্জাতিকভাবে এটা আমাদের জন্য একটা লজ্জা, যখন তা সরকারি বিষয় হয়ে দাঁড়ায়। | Serem la riota internacional quan això sigui oficial. |
35 | এনওয়াইসিএইচ রাষ্ট্রপতির হস্তক্ষেপের সম্ভাব্যতার কথা উল্লেখ করছে [পোলিশ ভাষায়]: | nych fa referència a la possibilitat de la intervenció del president [PL]: |
36 | যদি রাশিয়া তাদের অবতরণ না করার পরমার্শ দিয়ে থাকে, তা হলে আমি নিশ্চিত যে কাসজর [রাষ্ট্রপতি] নিজে ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন, অন্যথায় দেরি করে সিদ্ধান্ত দিয়ে এই দুর্ঘটনা ঘটার অপেক্ষায় থাকতেন না। | Si els russos els aconsellaven no aterrar, estic segur que Kaczor [president] personalment va decidir el contrari, no podia arribar tard. |
37 | এক্সওয়াইজেড এই রকম সিদ্ধান্ত নেবার পেছনের সম্ভাব্য কারণ কি হতে পারে তা উল্লেখ করছেন [পোলিশ ভাষায়]: | xyz assenyala les raons darrere decisions com aquesta [PL]: |
38 | অভিজ্ঞ পাইলট এবং জেনারেলরা এই বিমানে ছিলেন। | Hi havia generals i pilots experimentats a bord. |
39 | তারা এই রকম আবহাওয়ায় অবতরণ করার ঝুঁকি সম্বন্ধে অবশ্যই অবহিত ছিলেন। | Havien de ser conscients dels riscos d'aterrar aquest tipus d'aparell en aquelles condicions. |
40 | কোন কোন ব্যক্তির ক্ষেত্রে এ রকম ঘটনা ঘটতে পারে, যারা পরিকল্পিত দেরির কারণে বিমানবন্দর পাল্টানোর উপদেশ গ্রহণ করে/ কোন উৎসব উদযাপনে তাদের অংশ নেওয়াকে অসম্ভব করে তোলে এবং হয়ত তারা অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল-সত্য কি ছিল তা আমরা কখনোই জানতে পারবো না। | Potser s'ha donat el cas que un grup discutia si canviar d'aeroport amb un retràs que significaria no participar en els actes que tenien previstos. Potser han estat massa ambiciosos. |
41 | পিএফজি একই সাথে এতগুলো কর্মকর্তার একই বিমানে ভ্রমণের মত দায়িত্বহীন কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন [পোলিশ ভাষায়]: | Mai no ho sabrem. pfg qüestiona la irresponsabilitat que suposa tenir tants oficials viatjant en el mateix avió [PL]: |
42 | আমি বুঝতে পারি না কেন রাষ্ট্রপতি তার এতগুলো সংসদ সদস্য, মন্ত্রী, জেনারেল গাগর ও অন্য সরকারি কর্মকর্তাদের নিয়ে বিমান যাত্রা করেছিলেন। সামরিক বাহিনীর সকল প্রধানই একই বিমানে যাচ্ছিল-এটা এক অবিশ্বাস্য ব্যাপার। | Entenc que el president viatgés amb diputats, ministres, el general Gągor i més oficials…, però que tots els caps majors de l'exèrcit viatgin en un mateix avió és increïble. |
43 | যখন আমরা সকলেই এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছি, ওয়াইকপ ব্যবহারকারী এই তথ্যের উপর মনোযোগ দিয়েছে [পোলিশ ভাষায়] বিশ্ব কাতিন হত্যাকাণ্ডের ব্যাপারে সত্যি ঘটনা জানতে পেরেছে। | Mentre esperem respostes a aquestes preguntes, els ususaris de Wykop se centren [PL] en el fet que el món comença a saber la veritat sobre la massacre de Katyń. |
44 | হিমাস লিখেছে [পোলিশ ভাষায়]: | Hemus escriu [PL]: |
45 | @জেমেসিকআর, পুরো ঘটনার বিষাদময় বাস্তবতা সত্ত্বেও, আপনি ঠিকই বলছেন। | @JamesikR A pesar de la tragèdia i d'aquesta situació, tens raó. |
46 | যদিও এই বিষয়ে আমার অনুভূতি মিশ্র। আমি মনে করি আজকের বেদনাদায়ক ঘটনা হয়ত পশ্চিমের চোখ খুলে দেবে এবং ভবিষ্যৎ-এ আমরা “পোলিশ কনসেনট্রেশন ক্যাম্পের (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের বন্দি শিবির)” -এর কথা শুনবো না। | Fins i tot jo tinc sentiments barrejats, crec que potser la tragèdia d'avui farà obrir els ulls a Occident i no haurem de tornar a sentir noves declaracions sobre els “camps de concentració polonesos”. |
47 | আশা করি ডজন খানেক লোকের মৃত্যু হাজার মানুষের মৃত্যুর ঘটনাকে ঢেকে দেবে না। | Però la mort d'unes dotzenes de persones no amagarà la mort de milers. |
48 | ম্যাকজারনি এক ব্যবহারকারী মন্তব্যের পরবর্তী ঘটনাকে অনুসরণ করেছেন, যে দাবি করেছে যে এই দুর্ঘটনা সম্বন্ধে জানার জন্যই কেবল অনেক বেশি লোক প্রধান সার্চ ইঞ্জিনে প্রবেশ করে: | Mczarny segueix la línia dels comentaris que defensen que el trànsit generat en els principals motors de cerca es deu a la curiositat que ha suscitat l'accident: |
49 | মানবের এই কৌতূহলের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। | Gràcies a Déu que existeix la curiositat humana! |
50 | আমি আর একধাপ এগিয়ে গিয়ে বলতে চাই যে, আজকের এই বেদনাদায়ক ঘটনা উপেক্ষিত হবে না এবং দেখাবে যে, অন্যরা কিসের জন্য লড়াই করছিল- স্মৃতির জন্য। | I encara diré més: la tragèdia d'avui no acabarà en un pou sense fons, mostrarà per què lluitaven els altres, la memòria. |
51 | বেদনাদায়ক বিষয়টি হচ্ছে, এর জন্য তাদের চড়া মূল্য দিতে হল। | Malauradament, ells són qui ha pagat el preu més alt. |
52 | জ্যাক্সন একটি ইতিবাচক মন্তব্য করেছে [পোলিশ ভাষায়], সেখানে সে উল্লেখ করেছে এটা পোল্যান্ড ও রাশিয়ার সম্পর্ক আরো উন্নত করতে সাহায্য করবে। | Zexon comenta [PL] la nota positiva, diu que la tragèdia pot portar a millorar les relacions entre Polònia i Rússia: |
53 | এবং হয়ত এতে পোল্যান্ড-রাশিয়ার সম্পর্ক খানিকটা ভালো হবে। | I potser milloraran les relacions entre Polònia i Rússia. |
54 | সকল পতাকা অর্ধনমিত, ছবি মারিয়া সেইডেল-এর। l | Totes les banderes a mig pal, fotografia de Maria Seidel |
55 | ব্লগ ইঞ্জিন ব্লক্স. পিএল, ব্লগে প্রতিক্রিয়ার পরিমাণ বাড়তে থাকার উত্তরে, পাঠকদের আহ্বান জানিয়েছে [পোলিশ ভাষায়] তাদের পোস্টের মন্তব্য বিভাগে, যে সমস্ত মন্তব্য এসেছে সেগুলো সংগ্রহ করার জন্য। | La pàgina de blogs blox.pl, en resposta l'augment de la quantitat de reaccions dels blogs, ha demanat [PL] als seus lectors que posin les entrades en la secció de comentaris. |
56 | কিছু ব্লগার যেমন, গ্রেরজেগরজ আজদুকিওয়াজিক সেদিনের ঘটনাবলি সবাইকে জানিয়েছে [পোলিশ ভাষায়], যার মধ্যে ছবিও অর্ন্তভুক্ত ছিল: | Els blocaires, com ara Grzegorz Ajdukiewicz, comparteixen [PL] com han viscut aquest dia i les seves fotografies: |
57 | এই বেদনাদায়ক ঘটনটি আমার সারাটি দিন মাটি করে দিয়েছে। | This tragical event totally ruined my day. |
58 | আমি ধারাবাহিক ভাবে চলতে থাকবে এক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছিলাম, যার নাম ফোটো ডে (ইতোমধ্যে #৮. ০ সংস্করণ পর্যন্ত তৈরি হয়েছে)। | I started going to an event in the series called Photo Day (already edition #8. |
59 | সেন্ট্রাল স্টেশনের কাছে যে এলাকাটি পরিষ্কার করা জন্য বন্ধ করে রাখা হয়েছে, সেখানে ডজন খানেক সাংবাদিক জড় হয়েছিল। | 0). In the area of closed for refurbishment Central Station dozens of reporters gathered. |
60 | এদের একজন কথা বলতে বলতে আমাকে অতিক্রম করে গেল। আমি শুনতে পেলাম, “রাষ্ট্রপতি”, “সকলেই নিহত?” | One of them marched next to me talking on the phone. |
61 | ইত্যাদি শব্দ উচ্চারণ করছে। আমি মনে করেছিলাম এটা বুঝি কোন রসিকতা (গুজব তৈরির জন্য ভিড়ের মঝে কোন কিছু বলা)। | I heard “President,” “all died?” etc. I thought it was a joke (saying something in the crowd to start a gossip). |
62 | ভূগর্ভস্থ সুরু এলাকা দিয়ে হেঁটে বের হয়ে প্রায় বন্ধ হয়ে যাওয়া শুঁড়িখানায় প্রবেশ করলাম। বিস্মিত হয়ে আবিষ্কার করলাম সেখানে একটা এলসিডি টিভি, সেটা চালু ছিল। | I walked out of the stinky underground passage and walked into the almost closed down bar, where to my surprise they still had a TV LCD. |
63 | কিছু লোক সেখানে হা করে টিভির পর্দা দৃষ্টি নিবদ্ধ রেখেছিল। | It was on, a few people stared at it with open mouths. |
64 | তখন সময় ছিল সকাল ৯. ৫৬ মিনিট। | It was 9:56 AM. |
65 | এবার সকল কিছু পরিষ্কার হয়ে গেল। | Everything became apparent. |
66 | এটা কোন রসিকতা নয়! | It was not a joke! |
67 | বেদনাদায়ক ঘটনা! | Sadly! |
68 | অন্য ব্যক্তিরা যেমন ইয়েসসস-এর মত লোকেরা, তাদের পোস্টের আকার খুবই ছোট রেখেছে [পোলিশ ভাষায়]: লোকজনদের জন্য বেদনাহত। | Altres, com ara yesss, fan entrades molt curtes [PL]: |
69 | জনতার জন্য আমি দুঃখিত। রঙ বা মন্তব্যের দিকে আমি তাকাচ্ছি না। | És una llàstima per les persones, estic molt trista; sense fer cas de colors ni d'opinions. |
70 | গভীরভাবে শোকার্ত। | Estic terriblement trista. |
71 | ব্রানিস্ল কমোরস্কি যিনি পরবর্তী নির্বাচনের পূর্ব পর্যন্ত দেশটিকে পরিচালনা করবেন, তিনি তার রাষ্ট্রীয় ভাষণে[পোলিশ ভাষায়] পোলিশ জনতাকে এই দিনে তাদের অনুভূতির বিষয়টিকে নিশ্চিত করেছেন : | Bronisław Komorowski, que ha intervingut per liderar el país fins a les properes eleccions, ha tranquil·litzat els polonesos en el seu discurs oficial [PL]: |
72 | আজ আমরা জাতীয় এক নাটকীয় ঘটনার আলোকে এক হয়েছি। | Avui, estem units sota la llum d'aquest drama nacional. |
73 | আজ আমাদের মধ্যে এখানে আলাদা ভাবে কোন বামপন্থী বা ডানপন্থী নেই। | Avui no queda ni dreta ni esquerra. |
74 | চিন্তা এবং বিশ্বাসের ভিন্নতার আজ তেমন গুরুত্ব নেই। | La divisió de creences o opinions no té cap importància. |
75 | আজ আমরা এক হয়েছি, এক ভিষণ নাটকীয়তার কারণে এক হয়ে দাঁড়িয়েছে, অনেক লোকের মৃত্যুতে, এই দুর্ঘটনার যারা শিকার সেই সমস্ত পরিবারের বেদনায় আমরাও অংশীদার এবং মাতৃভূমির প্রিয় মানুষদের মৃত্যুতে উদ্বিগ্ন। | Avui estem units davant d'aquest drama enorme; ha mort molta gent. Ens unim al dolor de les famílies de les víctimes i en el patiment de la nostra Pàtria, desconsolada per aquestes morts. |
76 | ওয়ারশ থেকে ছবিগুলো সরবরাহ করার জন্য মারিয়া সেইডেলকে বিশেষ ধন্যবাদ | Un agraïment especial a Maria Seidel per enviar-nos les fotografies des de Varsòvia. |