# | ben | cat |
---|
1 | মিশর জুড়ে বিরোধীদের সাথে মুরসি সমর্থকদের মুখোমুখি সংঘর্ষ | Els partidaris de Mursi s'enfronten als opositors per tot Egipte |
2 | এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ মিশরীয়রা মুরসিকে উৎখাত করল এর একটি অংশ | Aquest post forma part la nostra cobertura especial Els egipcis enderroquen Mursi. |
3 | মুসলিম ব্রাদারহুডের সমর্থক এবং প্রাক্তন মিশরীয় রাষ্ট্রপতি মোহাম্মেদ মুরসির উৎখাতের জন্য দায়ী বিক্ষোভকারীদের মধ্যে অনেক প্রত্যাশিত মুখোমুখি সংঘর্ষ আজ [৬ জুন, ২০১৩] সংঘটিত হয়েছে। | L'anticipada confrontació entre els partidaris dels Germans Musulmans i els manifestants que demandaven la destitució de l'expresident egipci Muhàmmad Mursi va tenir lloc finalment el 6 de juliol. |
4 | সংঘর্ষটি বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচারিত করেছে। | El drama es va desenvolupar en directe per televisió i fou retransmès per canals locals i internacionals. |
5 | মিশর জুড়ে এই সংঘর্ষে অন্ততপক্ষে ১৭ জন নিহত এবং ৪০০ এর অধিক প্রতিবাদকারী আহত হয়েছে। অনেক সামাজিক মিডিয়াতেই ব্যাপারটিকে “প্রত্যাশিত” এবং “বাস্তবতা” হিসাবে বর্ণনা করা হয়েছে। | Almenys 17 persones [en] han mort i més de 400 manifestants han resultat ferits en els diversos altercats que s'han produït a tot el país i que molts a les xarxes socials descriuen com “previsibles” i “surrealistes”. |
6 | মিশর ভিত্তিক এনবিসি সংবাদ এর বিদেশী প্রতিনিধি আইমান মহেলদিন টুইট করেছেনঃ | Ayman Mohyeldin, corresponsal a Egipte per a NBC News, tuitejava: |
7 | @আইমানঃ হাজার হাজার মুরসি সমর্থকরা ৬ অক্টোবর তারিখে তাহিরির দিকে অগ্রসর হয়েছে। | @AymanM: Milers de manifestants favorables a Mursi creuen el pont 6 d'Octubre cap a Tahrir. |
8 | সেনাবাহিনীর হেলিকপ্টার তখন তাঁদের উপর দিয়ে চক্কর দিচ্ছিল pic.twitter.com/SMbqFvQKAo | Un helicòpter militar sobrevola l'escena pic.twitter.com/SMbqFvQKAo |
9 | নীল নদীর তীরে সংঘর্ষের সম্মুখ চিত্র। | La primera línia de batalla a la cornisa del Nil. |
10 | ছবিটি টুইটারে শেয়ার করেছেন @শেরিন | Fotografia compartida per @SherineT a Twitter |
11 | কায়রোতে আল জাজিরার সংবাদদাতা শেরিন টাদ্রোস বলেছেন: | La corresponsal d'Al Jazeera al Caire Sherine Tadros afegia: |
12 | @শেরিনটিঃ মাসপেরোর কাছেই সব সংঘর্ষ হয়েছে। | @SherineT: Caos absolut ací a Maspero. |
13 | হাজার হাজারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ। | Milers contra milers. |
14 | রাস্তায় সংঘর্ষ হয়েছে। | Batalles al carrer. |
15 | আহত মানুষজন মাটিতে পড়ে ছিল। | Ferits per terra |
16 | মাসপেরো হচ্ছে কায়রোর মধ্য শহরে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ভবন এবং তাহিরির স্কয়ার থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে অবস্থিত। সেখানে মুরসি বিরোধীরা মুরসি উৎখাতের উদযাপন চালিয়ে যাচ্ছিল। | Maspero és l'edifici de la televisió i la ràdio estatals al centre del Caire i es troba a tan sols un metres de la plaça Tahrir, on els manifestants contraris a Mursi continuen les celebracions per l'enderrocament del règim. |
17 | এবং অ্যান্ডি কারভিন নোট লিখেছেনঃ | I Andy Carvin remarcava: |
18 | @একারভিনঃ বাস্তব চিত্র দেখানো হচ্ছে - ডজন ডজন লোক পাথর ছুঁড়ছে, প্রতিটি প্রান্তের প্রতিবাদী টার্গেট করা সবুজ লেজারের দ্বারা জায়গাটি উজ্জ্বল হয়ে উঠছে। | @acarvin: Imatges surrealistes en aje ara mateix - al voltant d'una dotzena d'individus llancen pedres, cadascun d'ells il·luminat per un làser verd que els converteix en objectiu de l'altre bàndol |
19 | এগুলো সবই শুধুমাত্র কাইয়রোতে ঘটেছে। | I tot això sols al Caire. |
20 | কায়রোরের বাইরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। | Però hi ha disturbis també a altres parts del país. |
21 | মোস্তফা হুসেন লিখেছেনঃ | Mustafà Hussein escrivia: |
22 | @মোস্তফাঃ আলেকজান্দ্রিয়ায় রাস্তাতে যুদ্ধ এখনও চলছে। | @moftasa: Batalles als carrers d'Alexandria en aquests moments. |
23 | আল আরাবিয়া থেকে লাইভ কভারেজ দেখানো হচ্ছে। | Es poden seguir en directe a través d'Al Arabiya. |
24 | ৬ অক্টোবর তারিখে হাজার হাজার মুরসি সমর্থকরা সকালে ব্রিজ পার হয়ে শহরে প্রবেশ করে। | Milers de manifestants favorables a Mursi creuen el pont 6 d'Octubre. |
25 | ছবিটি @আয়মান শেয়ার করেছেন | Fotografia compartida per @AymanM a Twitter |
26 | মোহাম্মেদ ফাদাল ফাহমি আরও লিখেছেনঃ | Muhàmmad Fadel Fahmy afegia: |
27 | @রিপেন্ট১১: সুয়েজের একজন সাংবাদিক আমাকে এই মাত্র জানাল যে, সেনাবাহিনী এবং মুরসির সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। | @Repent11: Un periodista de Suez m'acaba de cridar per dir-me que continua l'intensa lluita entre l'exèrcit i els partidaris de Mursi. |
28 | গোলাগুলিতে অনেক আহত হয়েছে। | Trets i molts ferits. |
29 | এবং ইসলামিয়া থেকে আহমেদ মেহবুব জিজ্ঞেস [আরবী ভাষায়] করেছেনঃ | I Ahmet Mwaheb, des d'Ismailia, preguntava [ar]: |
30 | @আহমেদমেহবুবঃ সেনা কোথায়? | @AhmedMwaheb: On està l'exèrcit? |
31 | ইসলামিয়ার রাস্তায় যুদ্ধ চলছে এবং ব্রাদারহুডের সব ধরণের অস্ত্রই আছে। | Hi ha guerra al carrers d'Ismailia i els Germans tenen tot tipus d'armes |
32 | মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মুরসি, যিনি এক বছর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। দেশ ব্যাপী তাঁর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ সমাবেশ চলায় দুই দিন আগে সামরিক জান্তার হাতে তিনি উৎখাত হয়েছেন। | Els altercats, àmpliament esperats i temuts, arriben dos dies després que Mursi, el candidat dels Germans Musulmans que va arribar a la presidència del país fa un any, fóra expulsat del poder pels militars [es], arran de les massives protestes que exigien la seua dimissió i el final del règim dels Germans Musulmans a Egipte. |
33 | এর ফলে মিশরে মুসলিম ব্রাদারহুডের শাসনেরও অবসান হয়েছে। তাই অনেকেই সংঘাতটি আশা ও ভয় করছে। | Molts responsabilitzen els militars, l'antic règim i els Germans Musulmans. |
34 | মুসলিম ব্রাদারহুডের সাথে এই সংঘর্ষের জন্য অনেকেই সাবেক শাসক সেনবাহিনির দিকে আঙ্গুল নির্দেশ করেছেন। | |
35 | ফিলিপ রিযক নোট লিখেছেনঃ | Philip Rizk apuntava: |
36 | @ত্যাবুলাগাজাঃ তাহিরির কাছে বন্দুক যুদ্ধের জন্য সাবেক শাসক/সেনবাহিনি + ব্রাদারহুডই দায়ী। | @tabulagaza: Militars / antic règim + germans són els culpables per les malaltisses batalles armades prop de tahrir. |
37 | প্রতিটি বন্দুকের গুলি উভয় পক্ষের সদস্যদের মধ্যে ঘৃণা বাড়িয়ে তুলছে। | L'odi creix entre els bàndols amb cada tret que es dispara |
38 | এবং মহাম্মোদ মারে সমাপ্তি টেনেছেনঃ | Muhàmmad Maree concloïa: |
39 | @মারে৩ইঃ মুসলিম ব্রাদারহুডের আর কোন ভবিষ্যত নাই। | @mar3e: Els Germans Musulmans no tenen futur. |
40 | রক্ত ঝড়িয়ে তাদের ভ্রাতৃত্ব আরও নষ্ট হবে এবং রাজনৈতিক জীবন থেকে তাঁরা বিতাড়িত হবে। | La sang vessada dissoldrà la seua germanor i romandran proscrits de la vida política |
41 | এই পোস্টটি লেখার সময় সংঘর্ষ অব্যাহত রয়েছে। | Els disturbis continuen en el moment de publicar aquest post. |