# | ben | cat |
---|
1 | গুয়াতেমালা: ভূমি রক্ষায় আদিবাসী ও গ্রামীণ কমিউনিটির মিছিল | Guatemala: les comunitats indígenes i rurals es mobilitzen per defensar la seva terra |
2 | এই পোস্টটি আদিবাসী অধিকার সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Aquesta entrada forma part del seguiment especial Indigenous Rights [drets dels indígenes]. |
3 | গুয়াতেমালায় হাজার হাজার আদিবাসী এবং ক্যাম্পেসিনোস (গ্রামীণ জনগণ) তাদের জমি রক্ষা, জোরপূর্বক স্থানান্তরের প্রতিবাদ এবং গ্রামীণ কমিউনিটিগুলোকে প্রভাবিত করা অন্যান্য বিষয়্গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণের জন্যে একটি নয়-দিনব্যাপী মিছিলে অংশ নেয়। | Milers d'indígenes guatemalencs i campesinos (pagesos) van participar en una marxa de nou dies per defensar la terra, protestar contra els desallotjaments forçosos i donar a conèixer més qüestions que afecten les comunitats rurals. |
4 | সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষা ব্লগ ব্যাখ্যা করেছেন: | Cultural Survival explica: |
5 | কমিতে দে ইউনিদাদ ক্যাম্পেসিনো, (সিইউসি) [ক্যাম্পেসিনো ঐক্য পর্ষদ] আয়োজিত মিছিলটি দেশের অধিকাংশ গ্রামীণ আদিবাসী এবং ক্যাম্পেসিনোদের বিভিন্ন সমস্যার বিষয়ে গুয়াতেমালা রাষ্ট্র এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ার মনোযোগ দাবি করে। | Organitzada pel Comité de Unidad Campesino (CUC) [Comitè d'Unitat Camperola], la marxa demana a l'estat de Guatemala i als mitjans de comunicació locals, nacionals i internacionals que parin atenció als afers que afecten la majoria dels indígenes i camperols del país. |
6 | রিপোর্টটি জানাতে থাকে: | La notícia continua: |
7 | আন্দোলনের নেতাদের একটি প্রেস বিবৃতি “জমি এবং সংরক্ষিত অঞ্চলের জন্যে প্রতিরোধ এবং মর্যাদার মিছিলের ঘোষণা”-তে তাদের নিম্নলিখিত বিভিন্ন দাবি - আদিবাসী এবং কৃষকদের দীর্ঘদিন জমে থাকা পুনর্ব্যক্ত বিভিন্ন অনুযোগ - প্রকাশিত হয়েছে: | Els caps del moviment han emès un comunicat de premsa, Declaration of the March for Resistance and Dignity, in Defense of the Earth and Territory [Declaració de la Marxa per la Resistència, la Dignitat i en Defensa de la Terra i el Territori], on han fet les següents peticions (reiteracions d'antigues queixes dels indígenes i camperols de Guatemala): |
8 | ২৬শে মার্চ, ২০১২ তারিখে গুয়াতেমালা সিটিতে মিছিলকারীদের আগমনে চিত্রগ্রাহক এবং ব্লগার জেমস রড্রিগেজ একটি ছবির নিবন্ধ [স্প্যানিশ] প্রকাশ করেছেন: | El fotògraf i blocaire James Rodríguez va publicar un assaig fotogràfic [es] de l'arribada dels manifestants a la ciutat de Guatemala el 26 de març del 2012: |
9 | ৯ দিন এবং ২১২ কিলোমিটার পথ পার করে পৃথিবীর মাতার সুরক্ষার জন্যে, উচ্ছেদ ও অপরাধিকীকরণ বিরুদ্ধে এবং সমন্বিত গ্রামীণ উন্নয়নের পক্ষের আদিবাসী, ক্যাম্পেসিনো এবং জনগনের মিছিলটি রাজধানী শহরের কেন্দ্রে এসেছে। | Després de nou dies i 212 quilòmetres, la marxa indígena, camperola i popular en defensa de la mare Terra, contra els desallotjaments, la criminalització i en favor del desenvolupament rural integral va arribar al centre de la capital. |
10 | ক্যাম্পেসিনো ঐক্য পর্ষদ (সিইউসি) সদস্যরা [মিছিলটির] নবম এবং চূড়ান্ত দিনে প্রায় ১৫,০০০ মানুষ অংশগ্রহণ করেছে বলে অনুমান করেন। | Segons alguns membres del Comité de Unidad Campesina (CUC), s'estima que van participar al voltant de quinze mil persones en aquesta novena i última jornada. |
11 | এখানে জেমসের কিছু ছবি রয়েছে যেগুলো তার অনুমতি নিয়ে প্রকাশিত: | Aquestes són algunes de les fotos d'en James, publicades amb el seu permís: |
12 | "আর নয় প্রাকৃতিক সম্পদ শোষণ। | "No a l'explotació dels recursos naturals. |
13 | নয় কোনো খণিজ উত্তোলন" | No a la mineria." |
14 | গুয়াতেমালা সিটিতে আসা মিছিলটির আরো ছবি জেমসের ব্লগ মি মুণ্ডো [স্প্যানিশ]-তে দেখুন। এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ আদিবাসী অধিকার-এর অংশ। | Si voleu veure més fotos de la marxa a la ciutat de Guatemala, podeu visitar el bloc d'en James Mi Mundo [es]. |