# | ben | cat |
---|
1 | সিরিয়া: “বাবা আমরের চোখ” আলী মাহমুদ ওথমান আটক | Síria: Ali Mahmoud Othman, els “ulls de Baba Amr”, detingut |
2 | এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সিরিয়ার প্রতিবাদ ২০১১/১২-এর অংশ। | Aquest artícle forma part de la cobertura especial de les protestes a Síria 2011-2012. |
3 | ভিডিও এক্টিভিস্ট এবং বাব আমর মিডিয়া অফিসের প্রধান, আলী মাহমুদ ওথমানকে সিরিয়ার সরকার ধরে নিয়ে গিয়েছে। | El videoactivista Ali Mahmoud Othman, cap de l'oficina de premsa de Baba Amr, ha estat detingut pel govern sirià. |
4 | বন্ধু-বান্ধব এবং সহকর্মীর মনে করেন তাকে গুরুতর নির্যাতন করা হচ্ছে। | Els seus amics i col·legues creuen que és sotmès a greus tortures. |
5 | তাঁর আটক অফিসের সব এক্টিভিস্টদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এবং এটা সে দেশের একটি নাগরিক সাংবাদিকতার প্রতি বিশাল এক আঘাত। | La detenció ha posat en perill la resta d'activistes de l'oficina i es tracta d'un cop dur per al periodisme ciutadà al país. |
6 | ওথমান মূলত একজন সবজি বিক্রেতা। সিরিয়ার বিপ্লবের শুরু থেকে তিনি হোমসের অস্থিরতার দৃশ্য ধারণ করেছেন। | Othman, que abans de la revolució venia verdures, ha estat documentant les protestes a Homs des del començament de la revolució siriana. |
7 | তিনি যারা বাবা আমরের সংঘর্ষ কাভার করছিলেন তাদের এবং এর ভিতরের এলাকাগুলো থেকে আন্তর্জাতিক সাংবাদিকদের বেরিয়ে যেতে সাহায্য করছিলেন। | Va exercir un paper decisiu col·laborant amb els qui cobrien el conflicte des de Baba Amr, i ajudant a evacuar els periodistes internacionals des de l'interior del barri. |
8 | কিন্তু সিরিয়ার সামরিক বাহিনী তিনমাস বোমাবর্ষন করে বাবা আমর এবং আশেপাশের এলাকাগুলো পুনর্দখল পরও তিনি সেখানে থেকে গিয়েছিলেন। | Va decidir quedar-se a Baba Amr, tot i que l'exèrcit sirià va reconquerir-lo després d'haver-lo bombardejat tres mesos. |
9 | স্প্যানিশ সংবাদ আউটলেট পেরিওডিসমো হিউমানো-এর সংবাদদাতা মনিকা জি. | Segons Mónica G. |
10 | প্রিতো'র মতে, “আশপাশের এলাকাগুলোতে একজন লোক থাকা পর্যন্ত তিনি স্থানত্যাগ চাননি, তিনি চলে যাওয়ার সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন”। | Prieto, corresponsal de la web de notícies Periodismo Humano, “no volia abandonar el barri mentre hi quedés una sola persona, va rebutjar totes les propostes d'anar-se'n”. |
11 | হোমসের বাবা আমর এলাকায় আলী মাহমুদ ওথমান। | Ali Mahmoud Othman a Baba Amr, Homs. |
12 | ছবির উৎস: বাবা আমরো সংবাদ | Font de la imatge: Baba Amro News |
13 | নিচের ভিডিওটি আদরের ডাক “বাবা আমর এর চোখ” নামে পরিচিত ওথমান বিশ্বকে বাবা আমরের জনগণের দুর্দশা সম্পর্কে বলছেন। তিনি তার পরিচয় সম্পর্কে কোনরকম উদ্বেগ ছাড়াই ক্যামেরার সামনে কথা বলেন। | El següent vídeo mostra l'Othman, més reconegut com els “ulls de Baba Amr”, explicant al món el patiment de la població de Baba Amr. Es dirigeix a la càmera sense preocupar-se d'ésser identificat. |
14 | তিনি বিশ্বাস করতেন তিনি যদি তার মুখ দেখান তাহলে তার বার্তাটি বেশি নির্ভরযোগ্য হবে এবং ব্যাপকতর দর্শক-শ্রোতার কাছে পৌঁছাবে: | Ell creia que el seu missatge seria més fiable i arribaria a una audiència més àmplia si mostrava la cara al descobert: |
15 | এক্টিভিস্টরা তার হদিস সম্পর্কে সংবাদ শেয়ার করার জন্যে এবং তার মুক্তি দাবিতে একটি ফেসবুক পাতা তৈরী করেছেন। | Els activistes han creat una pàgina de Facebook per compartir notícies sobre la seva situació i per demanar-ne l'alliberament. |
16 | এবং সাংবাদিক রক্ষা কমিটি সিরিয়ার কর্তৃপক্ষকে অবিলম্বে ওথমান এবং সকল আটক সাংবাদিকদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে: | D'una altra banda, el Comitè per la Protecció dels Periodistes [en] ha demanat a les autoritats sirianes l'alliberament immediat de l'Othman i de tots els periodistes detinguts fent la seva feina: |
17 | সিরিয়ার নাগরিক সাংবাদিকরা অস্থিরতার দৃশ্য ধারণ করতে তাদের জীবনের অসাধারণ ঝুঁকি নিচ্ছেন। | Els periodistes ciutadans sirians documenten la revolta i posen en greu perill la seva vida. |
18 | শাসকগোষ্ঠীকে অবশ্যই তাদেরকে অবদমিত করার এবং পাশবিক অভিযানের রিপোর্ট থামিয়ে দেয়ার চেষ্টা বন্ধ করতে হবে। | El règim ha de posar fi a la campanya d'intimidació per silenciar la cobertura de la brutal repressió. |
19 | তার আটক মূলধারার মিডিয়া মূলধারার মিডিয়ার এবং বিভিন্ন দেশের রাজনৈতিক প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছে। | La seva detenció ha atret l'atenció dels principals mitjans de comunicació [en] i de representants polítics d'uns quants països. |
20 | যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব উইলিয়াম হেগ তার মুক্তির আহ্বান জানিয়েছেন: | El ministre d'Afers Estrangers britànic, William Hague, va demanar-ne l'alliberament: |
21 | আমি অবিলম্বে জনাব ওথমান এবং অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়ার জন্যে সিরিয়ার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। | Faig una crida a les autoritats sirianes perquè alliberin el Sr. Othman i la resta de presoners polítics immediatament. |
22 | সিরিয়ার শাসকগোষ্ঠীকে জনাব ওথমানের নিরাপত্তা এবং তার প্রতি আচরণের জন্যে দায়ী করা হবে এবং আমি ইস্তানবুলে অনুষ্ঠিতব্য সিরিয়ার বন্ধুদের সভায় তার বিষয়টি উত্থাপন করবো। | El règim sirià serà responsable de la seguretat del Sr. Othman i del seu tracte, i portaré el seu cas a la reunió dels Amics de Síria que es farà a Istanbul. |
23 | মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর জন ম্যাককেইন টুইট করেছেন: | El senador dels Estats Units John McCain va tuitejar [en]: |
24 | Gরিপোর্ট পেয়েছি যে আসাদ বাহিনী সিরিয়ার সাংবাদিক আলী মাহমুদ ওথমানকে আটক করে নির্যাতন করছে - বিশ্ব তার মুক্তির জন্যে অবশ্যই আহ্বান জানাবে। | He rebut informes que el periodista sirià Ali Mahmoud Othman ha estat detingut i és sotmès a tortures per les forces d'al-Assad. |
25 | ওথমানের আটকটি মূলতঃ #ওথমাঙ্কেমুক্তকরো হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারে ব্যাপকভাবে শেয়ার হয়েছে। | El món ha de fer una crida per alliberar-lo. |
26 | এছাড়াও নেটনাগরিকেরা তার মুক্তির দাবিতে একটি পিটিশন শুরু করেছেন। সাংবাদিক রানদা হাবীব ওথমান এবং দামেস্কে একইদিনে নিখোঁজ হওয়া এক্টিভিস্ট নূরা আলজিওয়াজি'র বিপদ সম্পর্কে মনযোগ আকর্ষণ করেছেন: | La periodista Randa Habib va donar un avís [en] del perill que corrien tant l'Othman com l'activista Noura Aljiwazi [ar-en], que va desaparèixer el mateix dia a Damasc: |
27 | #সিরিয়া'র প্রতিরোধের প্রতীক আলী মাহমুদ ওথমান ও কর্মী নূরা আল-জিওয়াজি, গ্রেপ্তার, তাদের জীবন বিপদের মুখে: রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) | Les figures de la resistència #Syria Ali Mahmoud Othman & i l'activista Noura al-Jizawi, detingudes, la seva vida corre perill: Reporters Sense Fronteres (RSF) |
28 | ওথমান গ্রেপ্তারের ছয়দিন পরে বন্ধুরা ফেসবুকে নিচের বার্তাগুলো পোস্ট করেছেন: | Sis dies després de la detenció de l'Othman, els seus amics van publicar aquest missatge a Facebook: |
29 | আলীর কণ্ঠ এবং উষ্ণ শব্দ ছাড়া ৬ষ্ঠ রাত। | És la 6a nit sense la veu ni les càlides paraules de l'Ali. |
30 | ৬ষ্ঠ রাত ধরে আলী হাত বাঁধা অবস্থায় ঘুমাচ্ছে, নির্যাতন-অত্যাচারে অবসন্ন। | És la 6a nit que l'Ali dorm amb les mans lligades, exhaust per la tortura. |
31 | এটা ৬ষ্ঠ রাত এবং আলীর নাম সুদূর অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছে, জনগণ তার মুক্তি দাবি করেছে। | És la 6a nit i el nom de l'Ali ha arribat tan lluny com Austràlia, la gent n'exigeix l'alliberament. |
32 | এটা ৬ষ্ঠ রাত বিপ্লবে কোন আলী নেই। | És la 6a nit, la revolució no té l'Ali. |
33 | বাবা আমরের কোন এক নায়ক এখন বিপ্লবের এক বীর। | Un dels herois de Baba Amr, ara un heroi de la revolució. |
34 | প্রতিদিন বারবার করা তার ভাল কাজের মাধ্যমে তিনি বহু আহত, সাংবাদিক, বন্ধু এবং পরিবারকে বাঁচিয়েছেন। | Les seves bones accions són recordades diàriamnet pels qui va salvar de lesions, periodistes, amics i familiars. Llibertat per a l'Othman, un dels homes més valents que hi ha. |
35 | বেঁচে থাকা অনয়তম সাহসী একজন মানুষ, আলী ওথমানের মুক্তি। | Aquest artícle forma part de la cobertura especial de les protestes a Síria 2011-2012. |