Sentence alignment for gv-ben-20151028-50613.xml (html) - gv-cat-20151211-11405.xml (html)

#bencat
1বাহরাইন সরকার ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের প্রতি নতুন করে কঠোর হয়েছে
2সানাবিস, বাহরাইন। ১৭ অক্টোবর ২০১৫।El govern de Bahrain restableix la repressió contra els rituals religiosos
3মহররম মাসের তৃতীয় দিন আজ। রাজধানী মানামা থেকে পশ্চিমে সানাবিস গ্রামে শিয়া মুসলমানরা রাসুল্লাহ সা: এর নাতি ইমাম হোসেনকে স্মরণ করছে।Sanabis, Bahrain, 17 d'octubre del 2015 - Tercera nit del mes de Muharram, els musulmans xiïtes reviuen la memòria del martiri de l'imam Hussein, nét del profeta Mahoma, al poblet de Sanabis, a l'oest de la capital Manama.
4ছবি তুলেছেন সৈয়দ হাশিম।Fotografia de Sayed Hashim.
5স্বত্ত্ব: ডেমোটিক্স।Drets reservats: Demotix.
6আজ ২০ অক্টোবর ২০১৫, বাহরাইনের রাজপথ আবারো রক্তে রঞ্জিত হয়েছে। সরকারি বাহিনী বিক্ষোভকারীদের উপর কাঁদানো গ্যাস এবং ছররা গুলি চালায়।El dimarts 20 d'octubre els carrers de Bahrain van ser un bullici després que el govern reprimís durament a manifestants furiosos amb perdigons i gas lacrimogen.
7বিক্ষোভের সূচনা ঘটে এর কয়দিন আগে। সেদিন নিরাপত্তা বাহিনী পশ্চিম মানামার মালকিয়া গ্রামে এসে কালো পতাকা এবং ব্যানার নামিয়ে ফেলতে বলে।Tot va començar quan les forces de seguretat van aparèixer al poblet de Malkiya, a l'oest de Manama, per tal de retirar banderes i cartells negres col·locats per la commemoració del martiri de l'Imam Hussein, un defensor de la justícia dins la història islàmica.
8উল্লেখ্য, গ্রামবাসীরা ইমাম হোসেনের শাহাদাত বার্ষিকীর স্মরণে কালো পতাকা এবং ব্যানার টাঙ্গিয়েছিল।
9এরপরে নিরাপত্তা বাহিনী পাশের গ্রাম সাদাদ, কারজাগান এবং সানাবিসে যায়।Després, les forces de seguretat van dirigir-se cap als poblets de Sadad, Karzakan i Sanabis.
10এবং সেখান থেকেও পতাকা, ব্যানার নামিয়ে ফেলে। পরে সারা বাহরাইন জুড়েই পবিত্র আশুরা উপলক্ষ্যে টাঙ্গানো পতাকা, ব্যানার নামিয়ে ফেলে।L'objectiu era destruir les banderes i els cartells col·locats a tots els poblets de Bahrain i a la zona antiga del zoco de la capital Manama per commemorar Aixura, que culmina el desè dia del més àrab de Muharram.
11মহররম মাসের ১০ তারিখে আশুরা পালন করা হয়ে থাকে।A Bahrain i altres països amb una gran població xiïta, el període de duel s'estén durant dos mesos.
12বাহরাইন এবং অন্যান্য দেশগুলোতে যেখানে প্রচুর সংখ্যক শিয়া মুসলমানের বসবাস, তারা দুমাস ধরে শোক পালন করে থাকে।Durant aquest temps, les banderes i els cartells negres amb referències a l'Imam Hussain decoren murs i carreteres, especialment en les zones per on passen les processons que commemoren l'esdeveniment.
13এই সময়ে রাস্তার চারপাশে কালো ব্যানার উত্তোলন করা হয়। রাস্তার দুপাশের দেয়ালে ইমাম হোসেনের বাণীতে অলংকৃত করা হয়।El 2011, el principi de les grans protestes de la Primavera Àrab que es van estendre a tot el país, les autoritats van destruir 38 mesquites xiïtes.
14বিশেষ করে, যেসব এলাকা দিয়ে মহররমের মিছিল যায়। ২০১১ সালে আরব বসন্তের ছোঁয়া দেশটিতেও লাগে।Fet que molts van veure com un atac directe a la llibertat dels xiïtes del país que practiquen els seus rituals.
15এ সময়ে সরকারি কর্তৃপক্ষ ৩৮টি শিয়া মসজিদ ধ্বংস করে। আন্দোলন দমনের অংশ হিসেবেই এটা করা হয়।El columnista Kassim Hussain tuiteja sobre els enfrontaments del dimarts 20 d'octubre als seus 45.000 seguidors:
16তাছাড়া এ সময়ে শিয়াদের ধর্মীয় স্বাধীনতা এবং আচার-অনুষ্ঠান পালনের উপরেও সরাসরি আঘাত করে।Enfrontaments a Malkiya i Karzakan, a l'oest de Bahrain, i a Sanabis, a l'oest de [la capital] Manama, quan les forces de seguretat van retirar cartells d'Aixoura.
17কলামিস্ট কাশিম হোসাইন আজকের সংঘর্ষ নিয়ে তার ৪৫ হাজার অনুসরণকারীর উদ্দেশ্যে টুইটারে বলেছেন:A les xarxes socials circulaven fotografies i vídeos que mostraven ferits entre els manifestants que van provar d'impedir que es retiressin els cartells.
18নিরাপত্তা বাহিনী আশুরা'র ব্যানার সরিয়ে দিতে গেলে মানামার পশ্চিমে সানাবিসে এবং পশ্চিম বাহরাইনের মালকিয়া ও কারজাকান শহরে সংঘর্ষের ঘটনা ঘটে।
19সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, সেখানে আহত প্রতিবাদকারীদের দেখা গেছে যারা ব্যানার খুলে ফেলতে বাধা দিয়েছিল।
20রীমা আল সালান তার ২৯ হাজার ৬০০ অনুসরণকারীদের উদ্দেশ্যে আহতদের ছবি পোস্ট করেছেন:Reema Al Shallan tuiteja als seus 29.600 seguidors fotografies dels ferits el dimarts 20 d'octubre:
21মালকিয়াতে ব্যানার সরাতে বাধা দেয়ায় প্রতিবাদকারীদের প্রতি ছররা গুলি ও টিয়ার গ্যাস ছোঁড়া হয়। এতে অনেকেই আহত হয়েছেন।Ferides de perdigons i una repressió excessiva amb un sufocant gas lacrimogen tan sols perquè la gent es va negar a retirar els cartells de Aixura a Malkiya.
22কিছু তরুণ নিরাপত্তা বাহিনীকে ব্যানার সরাতে বাধা দেয়ায় সংঘর্ষ খুব দ্রুত পাশের গ্রাম কারজাকানেও ছড়িয়ে পড়ে।El caos es va estendre ràpidament al poblet veí, Karzakán, on diversos joves van sortir per evitar que es retiressin els cartells.
23হুসাইন রাধী ব্যাখ্যা করেছেন:Hussain Radhi explica:
24ব্যানার খুলে ফেলতে অস্বীকার করায় দাঙ্গা পুলিশ কারজাকানের তরুণদের উপর দমন-পীড়ন চালায়।Policia antidisturbis reprimeix ara mateix la gent a Karzakán, després que es neguessin a retirar els cartells de Aixura.
25অন্যরাও টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন।Altres van manifestar el seu descontentament directament a Twitter.
26হাসান আলশার্কী লিখেছেন:Hassan Alsharqi expressa:
27দয়া করে ইমাম হোসাইনের আচার-অনুষ্ঠান পালনের প্রতি আক্রমণ বন্ধ করুন।Aturem aquesta farsa i l'atac als rituals per l'[Imam] Hussein.
28মালকিয়া এবং কারজাকানে কী হয়েছে, সেটা বাহরাইনের কেউ কল্পনাও করতে পারবে না।El que ha passat a Malkiya i Karzakán, ningú s'ho podia imaginar a Bahrain, és com l'Iraq de Saddam.
29এটা যেন সাদ্দাম হোসেনের ইরাক! বাহরাইনের সেন্টার ফর হিউম্যান রাইটসের সদস্য ইনাস ওন একটি ছবি শেয়ার করেছেন।Enas Oun, membre del Centre de Bahrain pels Drets Humans, va publicar una fotografia de desenes de granades de gas lacrimogen que, segons va dir, s'havien disparat contra els manifestants a Karzakán:
30ছবিতে অনেকগুলো টিয়ার গ্যাস গ্রেনেড দেখা গেছে। তিনি জানিয়েছেন, সেগুলো আজ কারজাকানের প্রতিবাদকারীদের উপর মারা হয়েছে:Imatges que mostren la quantitat de gas tòxic i granades de perdigons utilitzats per reprimir aquells que van ocupar els carrers per protestar contra la retirada de les banderes negres.
31ছবিতে দেখা যাচ্ছে, আন্দোলনকারীদের দমনে বিপুল পরিমাণ টক্সিক গ্যাস এবং ছররা গুলি মারা হয়েছে।Es van grabar les forces de seguretat mentre retiraven els cartells i les banderes a zones dels voltants de Bahrain els dies anteriors.
32আন্দোলনকারীরা কালো পতাকা সরানোর প্রতিবাদে রাস্তায় নেমেছিল।Avui, forces del règim de Bahrain retiren cartells de Aixura a la zona de A'ali.
33গত কয়েকদিন ধরে বাহরাইনের বিভিন্ন জায়গা থেকে ব্যানার ও পতাকা অপসারণের দৃশ্য ভিডিও করেছে নিরাপত্তা বাহিনী।
34বাহরাইনের সরকারি বাহিনী আজকে আলী এলাকা থেকে আশুরা উপলক্ষ্যে টাঙ্গানো ব্যানার, পতাকা অপসারণ করেছে।
35এই ভিডিও ফুটেজ বাহরাইনের নেটিজেনদের র‍্যাঙ্কিং এ শীর্ষে ছিল।Aquest vídeo es va convertir en el més buscat utilitzant #Bahrain, quan els cibernautes van reaccionar a la notícia.
36বাহরাইনের সরকারি বাহিনী আশুরা উপলক্ষ্যে টাঙ্গানো ব্যানার, পতাকা অপসারণ করেছে।Les forces del règim de Bahrain retiren els senyals que se solen erigir cada any per l'aniversari d'Aixura.
37উল্লেখ্য, প্রতিবছর এই আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে।Els xiïtes bahrains han commemorat els esdeveniments religiosos d'Aixura cada any.
38বাহরাইনের শিয়ারা প্রতিবছর ধর্মীয় অনুষ্ঠান হিসেবে আশুরা পালন করে থাকে।Mentre la crisi política entre el govern i el poble, sobretot amb la comunitat xiïta, continuï, és molt probable que la intimidació reforci el problema.
39কিন্তু সরকারের সাথে জনগণের বিশেষ করে শিয়া জনগোষ্ঠীর চলমান রাজনৈতিক সংকটের কারণে এবারের আয়োজন একটু সমস্যাসংকুল পরিস্থিতির মধ্যে পড়েছে।Els rituals d'Aixura són un llegat religiós i històric dels xiïtes de Bahrain que data de segles, i que la Constitució garanteix en l'article 22.
40আশুরা অনুষ্ঠান একটি ধর্মীয় আচার।Jawad Fairooz, exparlamentari, ara apàtrida i a l'exili, diu:
41ঐতিহাসিকভাবে বাহরাইনের শিয়ারা শত শত বছর ধরে অনুষ্ঠানটি পালন করে থাকে।La història moderna de Bahrain no ha vist cap guerra contra la commemoració d'Aixura com la que s'ha vist avui.
42সংবিধানের ২২ ধারা অনুযায়ী তাদের এ অনুষ্ঠান পালনের নিশ্চয়তাও দেয়া হয়েছে।Bahrain és una petita illa del Golf on hi ha una majoria xiïta, tot i que es queixen de la privació dels drets polítics i socials.
43জাওয়াদ ফিরোজ নামের একজন সাবেক সংসদ সদস্য, বর্তমানে যিনি নির্বাসিত জীবন কাটাচ্ছেন, তিনি টুইটারে লিখেছেন:
44আজকের দিনের মতো আশুরার প্রতি এমন আক্রোশ বাহরাইনের আধুনিক ইতিহাসে কখনো দেখা যায়নি।
45বাহরাইন আরব উপসাগরের ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র। দেশটির বেশিরভাগ মানুষই শিয়া।Durant els últims quatre anys i mig, s'ha estat oscil·lant en un punt mort en la política.
46তবে তারা রাজনৈতিক এবং সামাজিকভাবে বঞ্চনার শিকার।Les converses entre el govern i l'oposició no han donat cap resultat positiu.
47গত সাড়ে চার বছর ধরে সেখানে রাজনৈতিক অস্থিরতা চলছে।Ara, la majoria dels líders i figures de l'oposició es troben a la presó.
48সরকারের সাথে বিরোধীদের আলোচনায় কোনো ইতিবাচক সমাধান মেলেনি।També podeu llegir Oposición de Bahréin, del diálogo a les celdas de la prisión
49বর্তমানের বিরোধীদলীয় বেশিরভাগ রাজনৈতিকই জেলে বন্দি। আরো জানতে: বাহরাইনের বিরোধীরা আলোচনার টেবিল থেকে কারাগারেA mesura que s'anava acostant la commemoració anual d'Aixura, també s'ha informat d'atacs a edificis religiosos i mesquites xiïtes duts a terme per pistolers.
50আশুরা পালন উপলক্ষ্যে শিয়াদের ধর্মীয় স্থান এবং মসজিদগুলো বন্দুকধারীদের দ্বারা আক্রান্ত হয়েছে।
51ব্যাপারটিকে সরকার গুরুত্বের সাথে বিবেচনা না করায় অ্যাক্টিভিস্টরা সরকারের সমালোচনা করেছেন।
52ধর্মীয় নেতা শেখ মেথাম আল সালমান লিখেছেন:
53যারা ৩৮টি মসজিদ ধ্বংস করেছে, যারা জাওয়াদ স্টোরে ৭৮ বার হানা দিয়েছে, যারা আল সাদিক মসজিদ, আল বাকের মসজিদ, হামালা এবং ডিমিস্টান মাতামে গুলি করেছে, তাদেরকে কি সত্যি সত্যি ধরতে পেরেছে?
54জাওয়াদ স্টোরের মালিক একটি শিয়া পরিবার।Els activistes van criticar el govern per no prendre's seriosament els atacs.
55তাদের স্টোরে ৭৮ বার ডাকাতি হয়েছে।El clergue Shaikh Maytham Al Salman diu:
56সিসি ক্যামেরায় ছবি থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কারো শাস্তি হয়নি। মাতাম কিংবা হুসাইনিয়া হলো শিয়া ধর্মীয় স্থান যেখানে জড়ো হয়ে তারা আশুরার মতো ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে থাকে।¿Es pren seriosament el fet de trobar la responsabilitat dels que van demolir 38 mesquites, van fer 78 incursions a botigues Jawad* i van disparar a la mesquita Al Sadiq i a la mesquita Al Baqer i als matams** de Hamala i Dimistán?