Sentence alignment for gv-ben-20121215-33463.xml (html) - gv-cat-20121206-3535.xml (html)

#bencat
1আফ্রিকার প্রাকৃতিক সপ্ত আশ্চর্য নির্বাচনের জন্য ভোটVota per les set meravelles naturals de l'Àfrica
2আফ্রিকার প্রাকৃতিক সপ্ত আশ্চর্য নির্বাচনের উদ্দেশ্য নাগরিকদের ভোট দেওয়ার জন্য এক বার্ষিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে, বর্তমানে যার ভোট প্রদান চলছে।S'ha convocat un concurs anual perquè el públic voti les set meravelles naturals d'Àfrica. Actualment, la votació segueix oberta [en].
3সেভেন ন্যাচারাল ওয়ান্ডার নামের বৈশ্বিক এক মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান এই প্রতিযোগিতার আয়োজন করেছে এবং এই মুহূর্তে আফ্রিকা মহাদেশের ১২টি এলাকা এতে অন্তর্ভুক্ত।El concurs ha estat organitzat gràcies a l'esforç global de Seven Natural Wonders [en] i, de moment, inclou 12 paratges arreu del continent africà.
4তালিকায় যে সমস্ত এলাকা এবার জায়গা করে নিয়েছে এবং যে সমস্ত এলাকা জায়গা করে নিতে পারেনি, তাদের সম্বন্ধে জানুন।Aquí teniu les candidates i altres aspirants que han quedat fora aquest any:
5ওকাভাঙ্গো বদ্বীপ, বাৎসোয়ানাEl delta de l'Okavango, Botswana
6ওকাভাঙ্গো বদ্বীপে জলহস্তীর গোসল,ওকাভাঙ্গো বিশ্বের সর্ববৃহৎ স্থল বদ্বীপ, ছবি জনের, উইকিপিডিয়া থেকে সিসি লাইসেন্স-এর দ্বারা প্রকাশ করা হয়েছে।Hipopòtams prenent un bany al delta de l'Okavango, Botswana, el delta interior més gran del món. Imatge de John a Wikipedia, amb llicència CC-BY.
7ওকাভাঙ্গো বদ্বীপ এলাকা হচ্ছে বিশ্বের বৃহত্তম স্থল বদ্বীপ এলাকা, ওকাভাঙ্গো নদীর উপত্যকায় বৃষ্টির পানিতে এই বদ্বীপের সৃষ্টি হয়।El delta de l'Okavango [en] és el delta interior més gran del món, format per l'aigua de les pluges que porta el riu Okavango.
8নামিবিয়ার সরকার এখানে একটি জলবিদ্যুৎ স্টেশন তৈরি করার কথা চিন্তা করছে যা কিনা ওকাভাঙ্গো নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করবে, কিন্তু পরিবেশবাদীদের শঙ্কা এই যে, প্রকল্পটি বদ্বীপ এলাকার বেশীরভাগ জলজ উদ্ভিদ ও প্রাণী বিনষ্ট করবে।El govern de Namíbia té intenció de construir-hi una central hidroelèctrica per regular el cabal del riu, però els ecologistes temen que aquest projecte destrueixi part de la fauna i la flora del delta.
9লোহিত সাগরের নীচের শৈলশিরা, মিশর, সুদান এবং ইরিত্রিয়াL'escull de la mar Roja, Egipte, el Sudan i Eritrea
10লোহিত সাগর হচ্ছে ভারত মহাসাগরের পানির দ্বারা সৃষ্টি একটি অংশ, যা কিনা আফ্রিকা এবং এশিয়া মহাদেশের মাঝে অবস্থিত।La mar Roja és un braç de mar que es troba a l'oceà Índic entre Àfrica i Àsia.
11এর নিচে যে শৈলশিরা রয়েছে তা মিশর, সুদান এবং ইরিত্রিয়ার ১,২৪০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত এবং এই এলাকায় প্রায় ১,১০০ প্রজাতির মাছের আবাস ।Els esculls s'estenen per gairebé 2.000 quilòmetres a la costa d'Egipte, el Sudan i Eritrea i hi conviuen més de 1.100 espècies de peixos.
12লোহিত সাগরের আনিথা গোল্ডফিশ, ছবি উইকিমিডিয়া কমন্স-এর, পাবলিক ডোমেইন-থেকে নেওয়া।Forcadelles a la mar Roja. Imatge a Wikimedia Commons, de domini públic.
13মাউন্ট কেনিয়া, কেনিয়াEl Mont Kenya, Kenya
14মাউন্ট কেনিয়ার দেওয়াল, ছবি রাদু ভাটকু-এর (সিসি বাই -৩.El Mont Kenya. Imatge de Radu vatcu, amb llicència CC-BY-3.
15০) মাউন্ট কেনিয়া হচ্ছে কেনিয়ার সর্বোচ্চ এবং কিলিমানজারোর পর আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ পর্বতমালা।0 El Mont Kenya és la muntanya més alta de Kenya i la segona més alta de l'Àfrica després del Kilimanjaro.
16হাজার বছর ধরে এই পর্বতমালা তার শিখরে বরফের টুপি পড়ে আছে।Va estar cobert per una capa de gel durant milers d'anys.
17মাউন্ট কেনিয়ার প্রতিবেশ ব্যবস্থা ২০ লক্ষের বেশী মানুষের কাছে সরাসরি পানি পৌঁছে দিচ্ছে।El seu ecosistema proveeix d'aigua a uns dos milions de persones. El parc acull uns 16.000 turistes cada any.
18বাওবাবস এভিনিউ,মাদাগাস্কারL'avinguda dels Baobabs, Madagascar
19বাওবাবস এভিনিউ, মারোনডাভা, মাদাগাস্কার-এর স্থানীয় জনতা।Habitants a l'avinguda dels Baobabs, Morondava, Madagascar.
20ছবি উইকিমিডিয়া কমন্সের (সিসি বাই -এসএ -৩.Imatge a Wikimedia Commons, de domini públic.
21০) । দি এভিনিউ অফ দি বাওবাসো (বাওবাব নামক বৃক্ষের সড়ক) পশ্চিম মাদাগাস্কারের মেনাবে এলাকার মারোন্দাবা এবং বেলোনি-ই ত্রিশিরিবিহিনি নামক এলাকার মাঝামাঝিতে অবস্থিত।L'avinguda dels Baobabs es troba entre Morondava i Belon'i Tsiribihina a la regió de Menabe, a l'oest de Madagascar.
22এটি হচ্ছে বাওবাব গাছের এক এলাকা, যার মধ্যে কয়েকটা ৮০০ বছরের পুরোনো, সেগুলো প্রায় ৩০ মিটার উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে এবং এই বিশেষ প্রজাতির গাছ মাদাগাস্কারের এখন বিপন্ন প্রায়।Els arbres baobab, de més de 800 anys, poden arribar als 30 metres d'alçada i aquesta espècie en particular és endèmica de Madagascar.
23এই এলাকা সম্প্রতি সংবাদে উঠে আসে কারণ এই এলাকায় দবানাল ছড়িয়ে পড়ে যা কিনা বিশাল গাছের পাশে সদ্য রোপণ করা চারা পুড়িয়ে ফেলে।El paratge va ser notícia recentment perquè es va produir un incendi [es] que va cremar els arbres que s'havien plantat a prop dels enormes baobabs.
24বেমারাহা স্টোন ফরেস্ট, মাদাগাস্কারEl bosc de pedres de Bemaraha, Madagascar
25মাদাগাস্কারের তাসিনিগাই দে বেমারাহা স্ট্রিক নেচার (রুক্ষ) সংরক্ষিত এলাকা।El bosc de pedres conegut com Tsingy en la Reserva Natural Integral de Bemaraha a Madagascar.
26ছবি উইকিপিডিয়ার (সিসি বাই -৩.Imatge a Wikipedia, amb llicència CC-BY-3.
27০) তাসিনিগাই দে বেমারাহা এটি প্রাকৃতিকভাবে সংরক্ষিত এলাকা, যা মাদাগাস্কারের মেলাইকা অঞ্চলের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত।0. Tsingy de Bemaraha [en] és una reserva natural que es troba prop de la costa oest de Madagascar, a la regió de Melaky.
28এই প্রাকৃতিক পাথুরে উদ্যান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের এক সংরক্ষিত এলাকা। আর এই স্টোন ফরেস্ট-এর প্রধান আকর্ষণ হচ্ছে লাইমস্টোন নামে পরিচিত পাথরের ছুঁচালো পাথরসমূহ যা কিনা ভুপৃষ্ঠের অভ্যন্তরের পানি এবং বায়ুর সংঘর্ষের সৃষ্টি ক্ষয়ের কারণে তৈরি হয়েছে।Aquest parc nacional ha estat declarat Patrimoni de la Humanitat per la UNESCO i destaca pel seu bosc de pedres, que consta de pedres calcàries en forma d'agulles, originades per l'erosió de les aigües subterrànies i els vents.
29জুমা রক, নাইজেরিয়াLa roca Zuma, Nigèria
30আবুজার কাছে জুমা রক নামের পাথর।La roca Zuma als afores d'Abuja.
31ছবি ফ্লিকারের জেফ আত্তাওয়াই-এর (সিসি বাই-২.Imatge de Jeff Attaway al Flickr, amb llicència CC-BY-2.
320. La roca Zuma és un monòlit de 725 metres que es troba a Nigèria, al costat de la carretera que condueix a Abuja.
33০) জুমা রক হচ্ছে ৭২৫ মিটার উঁচু একটা মনোলিথ পাথর, যা কিনা নাইজেরিয়ায় আবুজার রাস্তার পাশে অবস্থিত।El seu malnom ‘Gateway to Abuja' (La porta d'Abuja) ve d'aquesta carretera.
34এর অপর নাম আবুজার প্রবেশ পথ, মূলত আবুজায় যাবার পথ এখান থেক শুরু।El Piton de la Fournause, l'illa de La Reunió
35ফার্নেস পিক, রিইউনিয়ন আইল্যান্ড।Erupció del volcà l'abril de 2007.
36এপ্রিল ২০০৭-এ চূড়ায় উদগিরণ, ছবি ফ্লিকাররে জাতিক-এর (সিসি বাই এনসি-এসএ)Imatge de zatiqs al Flickr, amb llicència CC-BY-NC-SA.
37লো পতি দে লা ফরনিসে ( আগ্নেয় চূড়া) একটি মুখগহ্বর ঢাকা আগ্নেয়গিরি যা কিনা ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপের পশ্চিমে অবস্থিত।El Piton de la Fournaise és un volcà en escut que es troba a l'est de l'illa de La Reunió a l'Oceà Índic.
38আলড্রাব্রা এ্যাটোল, (প্রবাল প্রাচীর) সিশেলিসÉs un dels volcans més actius del món. Aldabra, illes Seychelles
39আলডাব্রা আইল্যান্ড, সিশেলিস, ছবি ফ্লিকারের জন শ-এর (সিসি-বাই -২.Aldabra a les illes Seychelles. Imatge de Johny Shaw a Flickr, amb llicència CC-BY-2.
400)। আলডাব্রা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরাল প্রবাল প্রাচীর এবং সিশেলিসের দ্বীপের অংশ।0. Aldabra és el segon atol de corall més gran del món i forma part de les illes Seychelles.
41আলডাব্রা হচ্ছে পুরোপুরি মানব হস্তক্ষেপমুক্ত এবং বিশ্বের অতিকায় কচ্ছপদের সর্ববৃহৎ বসতি।Gairebé no s'hi ha produit cap interferència humana i és la llar de la població més gran de tortugues gegants.
42মাউন্ট কিলিমানজারো, তানজানিয়াEl Kilimanjaro, Tanzània El volcà Kibo del Kilimanjaro.
43কিলিমানজারোয়-এর কিবো, ছবি ক্রিস ৭৩-এর (সিসি-এনসি-বাই)Imatge de Chris 73, amb llicència CC-NC-BY.
44কিলিমানজারো হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ এবং মুক্তভাবে দাঁড়িয়ে থাকা বিশ্বের সর্বোচ্চ পাহাড়, যার উচ্চতা ৫৮৯৫ মিটার।El Kilimanjaro és la muntanya més alta [en] de l'Àfrica i la muntanya independent més gran del món, amb una alçada de 5.895 metres.
45বর্তমানে কিলিমাজারোর বরফের স্তর ক্রমশ সঙ্কুচিত হচ্ছে এবং এর ক্রমশ পাতলা হয়ে যাওয়া, বিশ্বের মধ্য-নিম্ন দ্রাঘিমাংশের গ্লেসিয়ার-এর সঙ্কোচন-এর মত ঘটনা।L'actual disminució del camp de gel del Kilimanjaro s'assembla al retrocès de les glaceres a altres glaciars situats a latituds mitjanes i baixes del planeta.
46বর্তমানে যে হারে বরফ গলছে, সেই অনুপাতে গলতে থাকলে ২০২২ থেকে ২০৩৩ সালের মধ্যে কোন এক সময়ে কিলিমানজারো পুরোপুরি বরফমুক্ত হয়ে পড়বে।A aquest ritme, es prevé que el Kilimanjaro es quede sense gel entre el 2022 i el 2033.
47নাগারোনাগারো ক্রাটার, তানজানিয়াCràter del Ngorongoro, Tanzània
48নাগারোনাগোরো ক্রার্টার এক তরুণ সিংহ শিকারে ব্যস্ত।Un lleó jove de caça al Cràter del Ngorongoro de Brocken Inaglory.
49উইকিমিডিয়ার ছবি তুলেছে ব্রোকেন ইনাগ্লোরি (সিসি বাই ৩.Imatge a Wikimedia, amb llicència CC-BY-3.
50০) নাগোরোনাগোরো ক্রাটার বিশ্বের বৃহৎ, অভগ্ন এবং উন্মোচিত হয়নি এমন এক আগ্নেয় গর্ত, যা কিনা তানজানিয়ার উচ্চভুমি আরুশার পশ্চিমে অবস্থিত।0. El Cràter del Ngorongoro és una gran caldera volcànica intacta i sense aigua que es troba a l'oest d'Arusha, en el massís del cràter de Tanzània.
51এই ক্রাটার বা আগ্নেয় গর্ত পূর্ব আফ্রিকার বনভূমির প্রায় সকল প্রজাতির আবাসভুমি, এক হিসেব অনুসারে এই এলাকার মধ্যে প্রায় ২৫,০০০ জন্তু বাস করে।Dins del cràter hi conviuen gairebé totes les espècies individuals de la fauna de l'est d'Àfrica, uns 25.000 animals.
52সেরেঙ্গাতি মাইগ্রেশন, তানজেনিয়াLa migració del Serengueti, Tanzània
53ওয়াইল্ডবিস্ট নামক প্রাণী নদী পার হচ্ছে, ছবি স্টিফান সোয়ানিপোল-এর উইকিপিডিয়া থেকে নেওয়া।Nyus creuant el riu de Stefan Swanepoel. Imatge a Wikipedia, amb llicència CC-BY-3.
54(সিসি বাই -৩. ০) সেরেঙ্গেতি অভিবাসন হচ্ছে বিশ্বের দীর্ঘতম এবং সর্ববৃহৎ স্থল বন্য জন্তুর অভিবাসন।0. La migració del Serengueti és la migració d'animals més gran i llarga del món.
55প্রতিবছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তানজানিয়ার দক্ষিণ সেরাঙ্গাতির নাগোরোনাগোরো এলাকা থেকে বিশাল আকারে বন্যপ্রাণীর এক অভিবাসন যাত্রা শুরু হয়।Cada any, la gran migració dels nyus comença a la zona de Ngorongoro al sud del Serengueti i es dóna de gener a març, quan comença l'època d'aparellament.
56যখন এই বিশেষ সময় শুরু হয় তখন ১২ লক্ষ বন্য প্রানীর মধ্যে থেকে ৭৫০,০০০টি জেব্রা এই অভিবাসনে অংশ নেয়।El viatge l'inicien 750.000 zebres seguides d'1,2 milions de nyus.
57সাহারা মরুভুমিEl desert del Sàhara
58উত্তর-পূর্ব চাদের এনাদির গুয়েলতা দা'আর্চের উট, ছবি উইকিপিডিয়া থেকে নেওয়া (সিসি-বাই-২.Camells a la Guelta d'Archei, Ennedi, nord-est del Txad. Imatge a Wikipedia, amb llicència CC-BY-2.
59০) সাহারা মরুভূমি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মরুভূমি।0. El desert del Sàhara és el desert més gran del món de tipus càlid.
60এই মরুভূমি, আলজেরিয়া, চাদ, মিশর, লিবিয়া, মালি মৌরিতানিয়া, মরোক্কো, নাইজার, পশ্চিম সাহারা, সুদান, এবং তিউনিশিয়ার খানিকটা অংশ জুড়ে ছড়িয়ে আছে।El desert abasta, si més no en part, els països d'Algèria, el Txad, Egipte, Líbia, Mali, Mauritània, el Marroc, Níger, el Sàhara Occidental, el Sudan i Tunísia.
61সাহারার দক্ষিণ সীমান্তে জুড়ে কম বৃষ্টিপাতে টিকে থাকতে পারে এমন তৃণভূমি ছড়িয়ে আছে, যাকে বলা হয় সাহেল।Vers el sud, el Sàhara està delimitat pel Sahel, un cinturó de sabanes semi-àrides.
62ব্লাগারদের পরামর্শSuggeriments dels blocaires
63এই সংক্ষিপ্ত তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক বেশ কিছু প্রাকৃতিক বিস্ময় বাদ পড়ে গেছে। কাজে কয়েকজন ব্লগার তাদের নিজস্ব ব্লগের মাধ্যমে এই বিষয়ে নিজেদের পরামর্শ প্রদান করেছেন।Un gran nombre de meravelles naturals han quedat fora d'aquesta llista, així que alguns blocaires han afegit altres paratges als seus blocs.
64এই বিষয়ে খানিকটা বিতর্ক ছিল যে কয়েকটি দেশের প্রাকৃতিক আশ্চর্যের নাম বেশ কয়েবার তুলে ধরা হয়ছে। অন্যদিকে যোগ্যতা সম্পন্ন কয়েকটি এলাকার নাম সেখানে আদৌও উল্লেখ করা হয়নি।No obstant, el tema ha generat certa controvèrsia, ja que alguns dels països apareixen diverses vegades i a altres no se'ls menciona, malgrat que tenen bones candidates.
65ভিক্টোরিয়া জলপ্রপাত, জাম্বিয়া এবং জিম্বাবুয়েLes cascades Victòria, Zàmbia i Zimbabwe
66জাম্বিয়া এবং জিম্বাবুয়ে সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত ইতোমধ্যে বিশ্বের সেরা সাত প্রাকৃতিক বিস্ময়ের তালিকায় ঠাঁই পেয়েছে।Les cascades Victòria que es troben a la frontera entre Zàmbia i Zimbabwe ja són considerades una de les set meravelles naturals del món.
67ভিক্টোরিয়া জলপ্রপাতের ধারে প্রাকৃতিক ভাবে তৈরি এক পুকুরে সাতার কাঁটা, লিভিংস্টোন আইল্যান্ড দিয়ে যেখানে যাওয়া যায়।Persones nadant a la vora de les cascades Victòria en una piscina natural a la qual s'accedeix a través de l'Illa Livingstone.
68ছবি উইকিমিডিয়া কমন্সের, ইয়ান রেসটাল তা পাবলিক ডোমেইনে প্রকাশ করেছে।Imatge de Wikimedia Commons, alliberada al domini públic pel seu autor Ian Restall.
69ব্লাইদে রিভার ক্যানিয়ান (নদীর গিরিখাত) দক্ষিণ আফ্রিকাEl canó del riu Blyde a Sud-Àfrica
70ব্লাইদ নদীর গিরিখাত যা কিনা মাপুমালাঙ্গা এবং ড্রাকেন্সবার্গ এসক্রাপমেন্ট-এর উত্তর পূর্বে দিকে গঠিত হয়েছে।El canó del riu Blyde es troba a la província de Mpumalanga i forma la part nord de l'escarpa del Drakensberg.
71এটা ১৬ মাইল (২৬ কিলোমিটার) দীর্ঘ এবং গড়ে প্রায় ২,৫০০ ফুট (৭৬২ মিটার) গভীর।S'estén 26 quilòmetres i té una profunditat de 762 metres.
72এই গিরিখাতের বেশীর এলাকা পাথুরে (স্যান্ডস্টোন নামক পাথর দিয়ে তৈরি)।El canó està format principalment de pedra sorrenca roja.
73ব্লাইদে নদীর গিরিখাতের সেই অংশ যেখান দিয়ে পানি পড়ে (তার ক্রন্দন-শীল চেহারা)।Cascada coneguda com “The Weeping Face of Nature” (La cara plorosa de la natura) al canó del riu Blyde.
74ছবি উইকিপিডিয়ার পটোসিয়ো-এর (সিসি-বাই-৩.Imatge de Ptosio a Wikipedia, amb llicència CC-BY-3.
75০)। নির্বাচনী প্রক্রিয়ায় বাদ পড়ে গেছে এমন যে কোন সাইটের নাম নীচের মন্তব্য বিভাগে যোগ করতে কোন ধরনের অস্বস্থি বোধ করবেন না।0. Podeu agregar més llocs que no es troben al procés de selecció en la secció de comentaris de sota.