Sentence alignment for gv-ben-20150328-47946.xml (html) - gv-cat-20150324-9613.xml (html)

#bencat
1কোরআন পোড়ানোর অভিযোগে আফগান নারীকে পিটিয়ে হত্যাDona afganesa colpejada fins a la mort i cremada per prendre foc a un Alcorà
2কাবুলের শাহ ই দো শামশিরা মসজিদ। ঘৃণ্য অপরাধ দেখার সাক্ষী হয়ে রইলো সুন্দর এই মসজিদ।Mesquita de Shah-e Do Shamshira en Kabul: preciós edifici que fou testimoni d'un macabre crim.
3ছবি তুলেছেন জন জাদা।Imatge de John Zada, ús autoritzat per a Creative Commons.
4ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহার করা হয়েছে।Atenció: la següent publicació conté imatges i vídeos que poden resultar impactants.
5সতর্কীকরণ: পোস্টে সহিংস ছবি ও ভিডিও রয়েছে আফগানিস্তানে কোরআন পোড়ানোর অভিযোগে এক নারীকে পিটিয়ে হত্যার পর তার শরীরে আগুন দিয়েছে একদল উন্মত্ত জনতা।Una multitud irritada va colpejar fins a la mort i va cremar el cos d'una dona que havia sigut vista cremant una còpia de l'Alcorà prop de la mesquita de Shah-e Do Shamshira el passat dijous a Kabul.
6গত বৃহস্পতিবার কাবুলের শাহ ই দো শামশিরা মসজিদের কাছে এ ঘটনা ঘটে।La policia està investigant l'incident i ja ha arrestat quatre dels suposats autors.
7পুলিশ ঘটনার তদন্ত করছে। ইতোমধ্যে হামলায় জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে।Segons els testimonis, la quantitat de gent present a l'incident superava el miler.
8প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এ সময়ে প্রায় হাজারখানেক জনতা উপস্থিত ছিলেন।L'autoritat religiosa oficial de l'estat s'ha negat a condemnar l'atac.
9এদিকে দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ ঘটনার নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে।Farkhunda, de 27 anys, va ser objecte de l'atac amb pals per part dels presents.
10উন্মত্ত জনতা ফারখুন্দা নামের ২৭ বছর বয়সী ওই নারীকে লাঠি দিয়ে আক্রমণ করে।Els pares han dit que Farkhunda va obrar sense intencionalitat i que havia estat malalta mentalment durant els últims 16 anys.
11তার বাবা-মা জানিয়েছেন, ফারখুন্দা ইচ্ছাকৃতভাবে এই কাজ করেনি।Segons un dels testimonis de l'incident:
12তাছাড়া গত ১৬ বছর ধরে সে মানসিকভাবে অসুস্থ। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন:La colpejaren fins a la mort i després tiraren el cos a la vora del riu i li prengueren foc.
13তারা তাকে পিটিয়ে হত্যা করার পর নদীর পাড়ে ফেলে রাখে।Els bombers arribaren després, apagaren el foc i s'endugueren el cos.
14তারপর তার মরদেহে আগুন ধরিয়ে দেয়।Un dels comerciants dels voltants de la mesquita expressava amb ira:
15পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করে।Abans d'actuar heu de saber el que va ocórrer. Tenia problemes psicològics?
16ঘটনাস্থলের কাছে অবস্থিত দোকানের এক কর্মী ক্ষুব্ধভাবে বলেছেন:Sols quan sàpiau això podreu actuar. Heu de complir els dos conjunts de lleis.
17কোনো কাজ করার আগে আপনার জানা দরকার আসলে কী ঘটেছিল।Hauria d'haver-se atès a les lleis de l'estat i de Déu.
18তার কী মানসিক সমস্যা ছিল?No ens falten enemics.
19আপনি ঘটনা জানলে তবেই পদক্ষেপ নিতে পারেন।Com sabem que no hi havia forces exteriors que influïen en ella?
20উভয় আইনের প্রতি আপনাকে বিশ্বস্ত থাকতে হবে। তাকে রাষ্ট্র এবং ঈশ্বরের আইনের অধীনে থাকতে হবে।Imatges i vídeos de la multitud que colpejava a Farkhunda es convertiren en virals en els mitjans socials.
21আমাদের শত্রুর অভাব নেই।https://youtu.be/bwIE99mAOeM
22আমরা কীভাবে জানতে পারবো, বাইরের কেউ তাকে উৎসাহী করেনি?Van suscitar reaccions enfrontades entre els afganesos i de ràbia a la resta del món.
23ফারখুন্দাকে উন্মত্ত জনতার পেটানোর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।Més avall es pot vore una de les imatges tuitejada per Salim Zubair en la qual es mostra a Farkhunda amb la cara coberta de sang.
24আফগানিস্তান এবং বিশ্বজুড়েই এ ঘটনার মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।Feeling bad, People in Kabul burn this woman, who was accused of burning Quran pic.twitter.com/XtEL2HZ47H
25সেলিম জুবায়ের নিচের ছবিটি টুইটারে শেয়ার করেছেন, সেখানে ফারখুন্দার রক্তাক্ত মুখ দেখা যাচ্ছে।- Salim Zubair (@salim8403) March 19, 2015 Em sento malament, la gent de Kabul va cremar aquesta dona, acusada de prendre foc a un Alcorà pic.twitter.com/XtEL2HZ47H
26খুব খারাপ লাগছে।- Salim Zubair (@salim8403) 19 de març de 2015
27কোরআন পোড়ানোর অভিযোগে কাবুলের মানুষ এই নারীকে আগুনে পুড়িয়ে মেরেছে।Ahmad Mukhtar, periodista afganès, va publicar un gràfic vídeo de Farkhunda sent colpejada per la multitud irada al lloc del succés:
28আহমাদ মুখতার নামের একজন আফগান সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত উন্মত্ত জনতা কর্তৃক ফারখুন্দাকে পিটানোর একটি ভিডিও পোস্ট করেছেন।Impactant vídeo de la multitud que hui ha matat a una dona acusada de cremar fulles de l'Alcorà a l'interior d'un santuari #Kabul https://t.co/kGpzlyglqc #AFG - Ahmad Mukhtar (@AhMukhtar) 19 de març de 2015
29দু:খজনক ভিডিও।En un altre tuit, Mukhtar va escriure:
30কোরআন পোড়ানোর অভিযোগে উন্মত্ত জনতা আজ পবিত্রস্থানের ভিতরে এক নারীকে হত্যা করেছে।El que ha passat hui a #Kabul va completament en contra de la llei, de la llei Xaria, i NO representa els musulmans afganesos.
31অন্য একটি টুইটে মুখতার লিখেছেন:#AFG - Ahmad Mukhtar (@AhMukhtar) 19 de març de 2015
32আজ কাবুলে যা হলো তা অবশ্যই রাষ্ট্রীয় আইন, শরীয়া আইনের পরিপন্থী।Zheela Nasari, periodista afganesa-nord-americana resident a Washington DC, va publicar:
33এটা আফগানিস্তানের মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। ওয়াশিংটন ডিসির আফগান-আমেরিকান সাংবাদিক জিলা নাসেরি পোস্ট করেছেন:No puc suportar vore com una malalta mental #afganesa va ser brutalment cremada viva a #Kabul, quina diferència hi ha entre el fet que ella creme un Alcorà i que els homes la cremen a ella viva?
34আমার প্রচণ্ড রাগ হয়েছে।- Zheela Nasari (@ZheelaJ) 19 de març 2015
35কীভাবে মানসিকভাবে অসুস্থ আফগান নারীকে জীবন্ত পুড়িয়ে মারতে পারে?Saleem Javed va publicar un dibuix animat que destacava la barbàrie:
36কোরআন পোড়ানোর সাথে তাকে জীবন্ত পুড়িয়ে মারার মধ্যে পার্থক্য রইলো কই তাতে?Un dibuixant afganès reacciona front a la mort d'una malalta mental cremada a Kabul per una multitud furiosa.
37সেলিম জাভেদ একটি কার্টুন পোস্ট করেছেন।Havia pres foc a un Alcorà. pic.twitter.com/mrA8xQJH5D
38এতে বর্বরতা চিত্র তুলে ধরা হয়েছে:- Saleem Javed (@mSaleemJaved)19 de març de 2015
39কাবুলে কোরআন পোড়ানোর অভিযোগে মানসিকভাবে অসুস্থ নারীকে আগুনে পুড়িয়ে মারার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন আফগান কার্টুনিস্টরা।Farzad Lami, indignat per l'incident, va tuitejar una fotografia on es mostra a la policia i a la multitud observant mentre el cos de Farkhunda es crema.
40ফারজাদ লামি ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে একটি ছবি টুইট করেছেন, সেখানে পুলিশ এবং উন্মত্ত জনতাকে ফারখুন্দার মরদেহ পোড়ার দৃশ্য দেখতে দেখা যাচ্ছে:VERGONYA: La policia de Kabul observa després que la gent cremara al centre de Kabul el cos d'una malalta mental acusada d'haver pres foc un Alcorà. pic.twitter.com/OaWoj10uFV - Farzad Lami (@FarzadLameh) 19 de març de 2015
41কলঙ্কজনক ঘটনা: জনতার সাথে কাবুল পুলিশও কোরআন পোড়ানোর অভিযোগে মানসিকভাবে অসুস্থ নারীকে আগুনে পুড়িয়ে মারার দৃশ্য দেখছে।
42আফগান সাংবাদিক এবং অপিয়াম নেশন: চাইল্ড ব্রাইড, ড্রাগ লর্ড অ্যান্ড ওয়ান উইমেন জার্নি থ্রু আফগানিস্তান বইয়ের লেখক ফারিবা নাওয়া-কে ঘটনাটি বেশ নাড়া দিয়েছে। তিনি তার টুইটারে লিখেছেন:Fariba Nawa, periodista afganesa i autora d'Opium Nation: Child Brides, Drug Lords and One Woman's Journey through Afghanistan (en català: La nació de l'opi: núvies infantils, “capos” de la droga i el viatge d'una dona per l'Afganistan), afectada també per l'incident, va escriure al seu Twitter:
43কাবুলে এক নারীকে পিটিয়ে হত্যার করার পর তার মরদেহে আগুন দেয়ার ঘটনাটি স্থানীয় আফগানদের বেশ নাড়া দিয়েছে।Afganesos commocionats per la barbàrie que ha matat i cremat una dona a Kabul. Vorem si la commoció es traduïx en acció.
44এখন দেখার বিষয়, এই নাড়া কোনো গন্তব্যে পৌঁছায় কিনা!#Afghanistan - Fariba Nawa (@faribanawa) 20 de març de 2015
45আক্রমণকারীর দলে শরাফ বাঘলানি নামের একজন লোক ছিলেন।Sharaf Baghlany estava entre els atacants.
46ঘটনার পরে তিনি তার ফেসবুকে গর্বের সাথে লিখেন:Després de l'incident, es va pronunciar amb orgull al seu Facebook:
47মুসলিম ভাইবোনেরা শুনুন, আজ বিকেল ৪টায়, এক নাস্তিক নারী শাহ ই দো শামশিরায় কোরআনে আগুন দেয়।Hola, musulmans. Hui a les 4:00 pm, una infidel ha cremat l'Alcorà a Shah-e Do Shamshira.
48আমি-সহ অন্যান্য জনতা প্রথমে তাকে হত্যা করি, পরে তার মরদেহে আগুন দিই।La gent, entre la qual m'incloc, l'hem matat en primer lloc i després hem llançat el seu cos en flames al riu.
49নরকে তার স্থান হোক।Que se'n vaja a l'infern.
50নিচের ছবিতে তার মূল পোস্ট দেখা যাচ্ছে। অপরাধ সংঘটনের সময় ছবি নেয়া হয়েছে।Les imatges següents mostren la publicació original i les fotografies fetes al lloc del crim.
51বাঘলানিকে এখনো আটক করা হয়নি।Baghlany no ha sigut arrestat.
52ঘটনার পরে শরাফ বাঘলানির পোস্ট।Publicació de Sharaf Baghlany després de l'incident.
53ছবি নেয়া হয়েছে রিপাবলিক অব সাইলেন্স ফেসবুক পেজ থেকে।Imatge presa de la pàgina de Facebook de Republic of Silence.
54আফগানিস্তানের হজ্জ্ব ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ওই নারী যদি মুসলিম না হন, আর ইসলামিক নিয়মনীতি অমান্য করেন, তাহলে তিনি উন্মত্ত জনতার কর্মকাণ্ডের নিন্দা জানাবেন না।En una entrevista, un dels representants del Ministeri del Hajj i d'Afers Religiosos de l'Afganistan va dir que si la dona haguera actuat contra la llei Islàmica i no fóra musulmana, no condemnaria per a res la resposta de la multitud.
55ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন সাধারণ আফগানরা ফার্সি নববর্ষ নওরোজ পালনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাটি তাদের বেশ ধাক্কা দিয়েছে।L'incident ha deixat en estat de xoc als afganesos mentre es preparen per al Nowruz, el cap d'any persa, el proper dissabte.