# | ben | cat |
---|
1 | সিরিয়াতে কুর্দীরা ইসলামপন্থী এবং পিকেকে নিয়ে উভয় সংকটে | Síria: Els kurds locals, oprimits pels kurds de Turquia |
2 | আমরা সিরিয়া ডিপলি (গভীরভাবে সিরিয়া)র সঙ্গে আমাদের সহযোগিতার অংশ হিসেবে নিবন্ধের একটি ধারাবাহিক প্রকাশ করছি যাতে বিশ্বজুড়ে লেখকদের সংঘাত সম্পর্কে দৃষ্টিভঙ্গীসহ ক্রসফায়ারে মধ্যে পড়া অসামরিক জনগণের কণ্ঠস্বর ধরা পড়েছে। | Com a part de la nostra col·laboració amb Syria Deeply [en], publiquem una sèrie d'articles que reflecteixen les veus de civils atrapats pel foc creuat, juntament amb les perspectives sobre el conflicte d'escriptors d'arreu del món. |
3 | আজাজ, সিরিয়া: তুরস্ক-ভিত্তিক কুর্দিশ শ্রমিক পার্টি (পিকেকে) এবং এর সিরীয় রাজনৈতিক শাখা গণতান্ত্রিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে হোঁচট খেয়েছে। গত গ্রীষ্মে সিরীয় সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র এবং পিকেকে'র কাছে অঞ্চলটির নিয়ন্ত্রণ হস্তান্তর করার পর তারা এখন হয় শহরগুলির তারা তুর্কি সীমান্ত বরাবর বিভিন্ন শহর এবং নগরের পরিচালনা করছে। | Azaz, Síria: les relacions entre el Partit dels Treballadors del Kurdistan (en kurd: Partiya Karkêren Kurdistan, PKK), amb base a Turquia, i el seu braç polític sirià, el Partit de la Unió Democràctica (PYD), s'han tensat després que l'exèrcit sirià donés el control d'una sèrie de pobles i ciutats al llarg de la frontera turca als Estats Units i al PKK l'estiu passat. |
4 | বাথপন্থী সিরিয়াতে বৈষম্যমূলক আচরণের শিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রত্যাশী কুর্দীদের জন্যে এটা স্বপ্নের বাস্তবায়নের মতো হলেও তা দ্রুতই সিরিয়াতে তাদের আসাদ আমলের জীবনের চেয়ে আরো বেশি অত্যাচারের প্রতিরূপে পর্যবসিত হয়েছে। | El que hauria d'haver estat un somni fet realitat per als kurds, durant molt de temps discriminats a la Síria baathista i que aspiraven a crear un estat independent, s'ha convertit ràpidament en una versió de les seves vides encara més opressiva que durant la Síria d'Assad. |
5 | বেওয়ার মুস্তাফা, বাম থেকে দ্বিতীয়, শাক্বী ওথমান, ডান থেকে দ্বিতীয়, এবং সালাদিন ব্রিগেডের অন্যান্য সদস্যবৃন্দ। | Bewar Mustafa, el segon per l'esquerra; Shawqi Othman, el segon per la dreta, i altres membres de la Brigada de Saladí. |
6 | কৃতজ্ঞতা: মোহাম্মদ সার্গি | Foto: Mohammed Sergie |
7 | “আমরা আমাদের মুখ খুলতে পারি না,” বলেছেন আলেপ্পোর দক্ষিণের কুর্দিশ শহর জিন্দারেশের গণতন্ত্রপন্থী এক্টিভিস্ট ওয়ালাতো। | «No podem ni obrir la boca», diu Walato, un activista a favor de la democràcia de Jinderes, una ciutat kurda al nord d'Aleppo. |
8 | “আসাদের শাসনামলের চেয়ে পিকেকের অধীনে আমাদের স্বাধীনতা কম।” | «Tenim menys llibertat sota el PKK que no pas quan estàvem sota el règim d'Assad»”. |
9 | ওয়ালাতোর মতো এক্টিভিস্টদের জন্যে নতুন শাসকদের অধীনে একইসঙ্গে পিকেকে-নিয়ন্ত্রিত শহরগুলিতে বসবাসের মানে হলো আসাদের শাসনামলের চেয়ে আরো বেশি গোপনীয়তার সঙ্গে কাজ করা। | Per a activistes com Alato, que viuen a pobles controlats pel PKK, conviure amb els nous governants significa actuar amb més discreció que durant el règim d'Assad. |
10 | সিরিয়ার বিপ্লবের প্রথমদিকে আফরিন, আমুদা এবং কোবানির মতো কুর্দিশ শহরগুলোতে বড় বড় বিক্ষোভ হতো। কিন্তু দেশের বাকি অংশের সঙ্গে প্রকাশ্য এই সব সাহসিকতা এবং সংহতির প্রদর্শন ক্রমেই বিরল হয়ে উঠছে। | Les ciutats kurdes com Afrin, Amouda i Kobani van ser escenari de protestes massives al principi de la revolució siriana, però aquestes demostracions de resistència i solidaritat amb la resta del país ara escassegen. |
11 | “পিকেকে এমনকি দেয়ালগুলো থেকে ‘ইয়াস্কুত' [মানে হলো আসাদ নিপাত যাক] শব্দটি মুছে ফেলেছে,” ওয়ালাতো বলেছেন। | «El PKK fins i tot ha eliminat la paraula Yaskut (que vol dir «Abaix Assad») dels murs», va dir Walato. |
12 | “মানবিক সাহায্য সংগঠিত করার মতো অরাজনৈতিক প্রচেষ্টার জন্যেও একটিভিস্টদের প্রায়ই হয়রানি করা হয়।” | «Els activistes són sovint perseguits per accions sense contingut polític, com organitzar l'ajuda per a missions humanitàries». |
13 | (সিরিয়ার কুর্দীদের উপর আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ পরিচালিত সাম্প্রতিক একটি সমীক্ষা সম্পর্কে আরো জানতে এখানে এবং হেনরি জ্যাকসন সোসাইটির দু'টি প্রতিবেদনের জন্যে এখানে, আর এখানে ক্লিক করুন।) | (Per saber més sobre els kurds a Síria cliqueu aquí [en] i veureu un estudi recent fet per l'International Crisis Group; cliqueu aquí [en] i aquí [en] per veure dos informes de la Societat Henry Jackson). |
14 | আলেপ্পোতে যুদ্ধ করা সালাদিন ব্রিগেডের অধিনায়করা শেষ পর্যন্ত পিকেকে কুর্দী শহরগুলির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় বিস্মিত হয়নি। | Als comandants de la Brigada de Saladí, que lluita a Aleppo, no els va sorprendre que el PKK acabés controlant les ciutats kurdes. |
15 | শূন্যস্থান পূরণ করার মতো অস্ত্র এবং সংগঠণসহ একমাত্র গোষ্ঠী পিকেকে। | El PKK era l'únic partit amb les armes i la capacitat d'organització necessàries per omplir el buit. |
16 | তবে এর এতো সংগঠিত হওয়ার একটি কারণ রয়েছে। | Ara bé, hi havia una raó per a tan bona organització. |
17 | সালাদিন ব্রিগেডের প্রধান কর্ণেল শাক্বী ওথমান বলেছেন সিরিয়ার কুর্দীদের বিভক্ত করার জন্যে পিকেকে হাফেজ আল আসাদ সমর্থিত এবং কুর্দী রাজনীতিতে একটি বিচ্ছিন্নতাবাদী ধারা জোরদার করার মাধ্যমে তুরস্কের দিক থেকে চাপ সৃষ্টি করা। | El coronel Shawqi Othman, al capdavant de la Brigada de Saladí, sosté que el PKK tenia el suport d'Hafez al Assat, que pretenia dividir els kurds sirians i pressionar Turquia reforçant un corrent secessionista dins la política kurda. |
18 | এছাড়াও আসাদ শাসকগোষ্ঠীর পিকেকে'কে সাহায্য করার একটি জাতিগত কারণ রয়েছে, বলেছেন ওথমান। | També hi ha una raó sectària que explica per què el règim d'Assad va donar suport al PKK, segons Othman. |
19 | পিকেকে'র নেতৃত্বের অধিকাংশই এসেছে বিরল একটি সংখ্যালঘু সম্প্রদায়: আলাপন্থী কুর্দীদের মধ্য থেকে। | La majoria dels dirigents del PKK venen d'una rara minoria: els kurds alawites. |
20 | এখন তুর্কি জেলখানায় বন্দি পিকেকে'র প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ ওসালান সিরিয়ার বেশিরভাগ, সম্ভবতঃ ২লক্ষ, আলাপন্থী কুর্দীদের শহর মা'বাতলির একজন আলাপন্থী। | Abdullah Ocalan, el fundador del PKK que ara es troba en una presó turca, és un alawita de Maabatli, una ciutat d'on provenen la majoria dels kurds alawites de Síria, uns 200.000 aproximadament. |
21 | কুর্দীরা সিরিয়ার ২কোটি ৩০ লক্ষ জনসংখ্যার শতকরা ১০ ভাগের কিছু বেশি এবং বাকি বিশাল সংখ্যাগরিষ্ঠ একটি মাঝারি সংস্করণের সুন্নী ইসলাম মেনে চলে। | Els kurds constitueixen més del 10% dels 23 milions d'habitants de Síria i la gran majoria segueixen la versió moderada de l'Islam sunnita. |
22 | পিকেকে কর্মকর্তারা আসাদ সরকারের সঙ্গে বন্ধন অস্বীকার করলেও তাদের অস্ত্র কথা থেকে আসে জিজ্ঞাসা করা হলে এর শীর্ষ মুখপাত্র চাতুরীর সঙ্গে এড়িয়ে যান, জানিয়েছেন গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং সম্প্রতি এর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করা ওয়াশিংটন-ভিত্তিক একজন গবেষক। | Tot i que oficials del PKK han negat els vincles amb el règim d'Assad, el seu principal portaveu es va mostrar reservat quan li van preguntar d'on venien les seves armes, segons un investigador amb seu a Washington que cobreix el grup de prop i que es va trobar amb el seu líder fa poc. |
23 | সিরিয়া ডিপলি সিরিয়ার ভিতরে মাঠপর্যায়ে পিকেকে কর্মকর্তাদের সাক্ষাৎকার গ্রহণ করতে সক্ষম হয়নি। | Syria Deeply no va poder entrevistar oficials del PKK sobre el terreny a Síria. |
24 | কুর্দী এক্টিভিস্ট এবং বিদ্রোহীরা বলেছে তারা পিকেকে'র অবদমন এবং হুমকির সম্মুখীন হলেও, তারা কুর্দীদের মধ্যে একটি মারাত্মক দ্বন্দ্ব এড়ানোর জন্যে গোষ্ঠীটিকে মোকাবেলা না করার সিদ্ধান্ত নিয়েছে। | Si bé activistes kurds i rebels diuen que han estat reprimits i amenaçats pel PKK, han decidit no confrontar-s'hi per tal d'evitar un conflicte intern entre els kurds. |
25 | তবে সশস্ত্র উপদলগুলোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। | La situació, però, encara és molt tensa entre les dues faccions armades. |
26 | আলেপ্পোতে যুদ্ধরত সালাদিন ব্রিগেডের একজন প্রতিষ্ঠাতা আসাদ সরকার থেকে দলত্যাগ করা প্রথম কুর্দী কর্মকর্তা ক্যাপ্টেন বেওয়ার মুস্তাফা বলেছেন তিনি এবং তার কিছু সহযোদ্ধা পিকেকে'র হিটলিস্টে রয়েছেন। | El capità Bewar Mustafa, el primer oficial kurd que va desertar del règim d'Assad i que va fundar la Brigada de Saladí [en] que lluita a Aleppo, diu que ell es troba a la llista negra del PKK, com alguns dels seus companys. |
27 | ওথমান বলেছেন তার দল জাতিগত ভাইদের রক্তপাত এড়ানোর চেষ্টা করবে এবং স্থানীয় কুর্দী জনগণ পিকেকেবিরোধী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে ইচ্ছুক। | Othman assegura que el seu grup intentarà evitar una matança amb els seus germans i que volen esperar que la població kurda de la zona es giri contra el PKK. |
28 | হয়তো বেশিদিন অপেক্ষা করতে হবে না। | Segurament no hauran d'esperar gaire. |
29 | ওয়ালাতো বলেছেন যে পিকেকে'র বাড়াবাড়ি যেমন কর আরোপ, অথবা বন্দীদের একটানা কয়েক দিন ধরে শহরের চত্ত্বরে খুঁটিতে বেঁধে রাখা গোষ্ঠীটির জনপ্রিয়তায় ধ্বস নামিয়ে দিচ্ছে। | Walato destaca que els excessos del PKK, com establir impostos o lligar presoners a pals en les places de la ciutat durant dies, estan afectant a la popularitat del grup. |
30 | তবুও ইসলামী চরমপন্থীদের হুমকি কুর্দীদেরকে তাদের সবচেয়ে শক্তিশালী আধা-সামরিক বাহিনীর উপর থেকে সমর্থন প্রত্যাহারের ব্যাপারে সতর্ক হতে বাধ্য করেছে। | És més, l'amenaça de grups islamistes extremistes ha obligat els kurds a ser prudents a l'hora de deixar de donar suport a la seva mílicia més poderosa. |
31 | “পছন্দ জাবহাত আল-নুসরা অথবা পিকেকে'র মধ্যে হলে আমি সবসময় পিকেকে পছন্দ করবো,” বলেছেন সালাদিন ব্রিগেডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং পিকেকে'কে ভাড়াটে ও অপরাধী অভিহিত করা একজন এক্টিভিস্ট মোহাম্মদ সুলেইমান। | «Si la tria és entre el Jabhat al-Nusra i el PKK, sempre triaré el PKK», diu Mohammed Suleiman, un activista que treballa en col·laboració amb la Brigada de Saladí i que acusa el PKK de mercenaris i criminals. |
32 | কুর্দীদের উদ্বিগ্ন হওয়ার একটি কারণ রয়েছে। | Els kurds tenen raons per estar preocupats. |
33 | গত সপ্তাহে রাস আল আইনে বিদ্রোহী এবং পিকেকে যোদ্ধাদের মধ্যে মারাত্মক সংঘর্ষের সূত্রপাত ঘটেছে। | La setmana passada van esclatar conflictes mortals entre rebels i combatents del PKK a Ras Al Ain. |
34 | ইসলামপন্থী ব্রিগেড তুরস্ককের সঙ্গে সিরিয়ার উত্তরপূর্ব সীমান্তের এবং মাসের পর মাস ধরে নামমাত্র পিকেকে নিয়ন্ত্রণে থাকা শহরটিতে বোমাবর্ষণের জন্যে একটি ট্যাংক ব্যবহার করেছে (ভিডিওটি নীচে রয়েছে।) কুর্দী এবং বিরোধীদলীয় আরব নেতৃবৃন্দ সহিংসতা বন্ধের আহবান জানিয়েছেন এবং কুর্দী ও সিরীয় জাতীয় পরিষদের সাবেক সভাপতি আব্দুলবাসেত সিইদা বলেছেন যে রাস আল আইনে যুদ্ধ করা বৃথা কারণ এতে আসাদ শাসনের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি ঘটবে না। | Les brigades islamistes van fer servir un tanc per bombardejar la ciutat (mireu el vídeo més avall), situada a prop de la frontera turca, al nord-est de Síria, i que ha estat sota control del PKK durant mesos. Els líders de l'oposició kurda i àrab demanen que s'aturi la violència i Abdulbaset Sieda, kurd i expresident del Consell Nacional sirià, ha declarat que la lluita a Ras Al Ain és inútil perquè no calmarà la guerra amb el règim d'Assad. |
35 | একথা বলার মানে এই নয় যে কুর্দীদের মধ্যে ইসলামপন্থীদের প্রতি কিছুটা আকর্ষণ নেই। | I això no vol dir que els kurds no admirin els islamistes. |
36 | প্রকৃতপক্ষে, সালাদিন ব্রিগেড কিছু কিছু গোষ্ঠীর সঙ্গে লড়াই করেছে। | De fet, la Brigada de Saladí ha lluitat amb diversos grups. |
37 | আলেপ্পো এবং তুর্কি সীমান্তের কাছাকাছি বিভিন্ন সার্জারি কেন্দ্রের একজন শল্যচিকিৎসক শারভান ইবেশ ভরবেগ বজায় রেখে আলেপ্পোতে শাসকগোষ্ঠীর প্রতিআক্রমণগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্যে জাবহাত আল-নুসরা'র প্রশংসা করেছেন। | Sharvan Ibesh, un doctor que opera a centres de cirurgia a Aleppo i prop de la frontera turca, creu que Jabhat al-Nusra manté l'impuls i rebutja els contraatacs del règim a Aleppo. |
38 | “ইসলামী ব্রিগেডগুলো সংগ্রামে ভারী বোঝা বহন করছে,” বলেছেন তিনি। | «Les brigades islamistes mouen les càrregues pesades en aquesta guerra», conclou. |