# | ben | cat |
---|
1 | আগামীর রাশিয়ার জন্য কি কেবল খালি তাকগুলো অপেক্ষা করছে? | Rússia trobarà les #Prestatgeriesbuides! |
2 | আগামীর রাশিয়ায় কেনাকাটা? | Aviat tindran aquest aspecte els comerços russos? |
3 | ছবি সম্পাদনা কেভিন রুথরক-এর। | Fotomuntatge de Kevin Rothrock. |
4 | বোরিস ইয়েলৎসিনের শাসনকাল থেকে শুরু হবার পর রাশিয়া এখন তার সবচেয়ে বড় মুদ্রা সঙ্কটের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে, দৃশ্যত এতে রুশ ক্রেতারা দোকানের দিকে দৌড়াচ্ছে, যেন সেখানে যা পাওয়া যায়, তাই কিনে নেওয়া যায়। | Rússia experimenta de nou una de les pitjors crisis monetàries després de la de Borís Ieltsin. Els russos no fan més que llançar-se als supermercats i ultramarins per tal d'adquirir tot el que puguin. |
5 | ১৭ ডিসেম্বর তারিখ মস্কো সময় রাত দুটোয় লাইভজার্নালে ফটোব্লগার ইলিয়া ভারলামোভ সংবাদ প্রদান করেছে যে মস্কোর শহর জুড়ে নাগরিকরা স্টোরের সামনে লাইন দিয়েছে,তারা দোকানের সব তাক খালি করে জিনিসপত্র কিনে নিচ্ছে এই ভয়ে, যদি কর্মদিবসের শুরুতে রুবেলের আরো দর পতনে পণ্যের দাম আরো বেড়ে যায়। | El 17 de desembre a les 2, hora de Moscou, el fotobloguer Ilià Varlamov explicava al diari blog en línia LiveJournal com els moscovites fan cua davant els establiments i botigues de tota la ciutat per comprar diversos productes a preus que poden augmentar si continua la depreciació del ruble en l'obertura de la borsa. |
6 | যে ভাবে পারছে রুশ নাগরিকরা তাদের নিজেদের পকেট থেকে রুবেল ঝড়ে ফেলছে-হয় তারা ডলার বা ইউরোর বিনিময়ে রুবেল বিক্রি করছে, অথবা ইলেকট্রনিক, নিত্য পণ্য অথবা পোষাক কিনে রুবেল শেষ করছে। | Els russos intenten de totes les maneres ventar els rubles que posseeixen: venen els rubles per dòlars i euros o compren a corre-corrents electrònica, queviures i roba. |
7 | মনে হচ্ছে সাধারণ রুশ নাগরিকরা পুরোপুরি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে,এবং স্বাভাবিক ভাবে তারা এই সামগ্রিক মন্দার বিষয়টি ইনস্টাগ্রাম এবং টুইটারে নথিবদ্ধ করছে। এই কাজে তারা #кризис (সঙ্কট) এবং #ЧерныйВторник (কৃষ্ণ মঙ্গলবার) হ্যাশট্যাগ ব্যবহার করেছে। | Sembla que el poble rus ha entrat en pànic i, com és natural, documenta tota aquesta trifulga a Instagram i a Twitter amb les etiquetes #кризис (#crisi) i #ЧерныйВторник (#Dimartsnegre). |
8 | রুবেলের ক্রমশ দর পতন ঘটছে, কিন্তু এই নিয়ে রাশিয়ার ইন্টারনেট কার্যক্রম প্রচণ্ড গতিতে বাড়ছে। | Entretant, el ruble continua decaient i l'activitat a Internet puja vertiginosament al país. |
9 | ভারলামভ লিখেছে: | Varlamov escrivia: |
10 | আপনি হয়ত এখন ঘুমোচ্ছেন, কিন্তু কালকে সকালে উঠে দেখবেন অনেক দোকানের তাক খালি। | Ara possiblement dormiu i demà de matí trobareu les prestatgeries buides en nombrosos comerços. |
11 | এদিকে অনেকে মুদ্রা বিনিময় করার জন্য ছুটছে, যারা একই সাথে ডলার কিংবা ইউরো কিনছে, অন্যরা ঝড়ের গতিতে দোকানে ছুটছে। | Mentre qualques persones compren apressadament dòlars i euros als establiments de canvi, d'altres assalten les botigues. |
12 | যে সব পণ্যের গায়ে লেখা দাম এখন আকাশ ছোঁয়নি (মূলত ইলেকট্রনিক্সের পণ্য, নিত্যপণ্য এবং পোষাক) এমন যে কোন পণ্য তারা ছো মেরে নিয়ে নিচ্ছে। | Agafen els productes el preu dels quals encara es manté: com ara la tecnologia, els queviures i la roba. |
13 | নাগরিকরা দ্রুত তাদের কাছে থাকা রুবেল খরচ করে ফেলছে। | La gent es desfà a tot córrer dels rubles que posseeixen. |
14 | যে সমস্ত দোকান সপ্তাহে ২৪ ঘণ্টা খোলা থাকে, সে সমস্ত দোকানের সামনে সারা রাত লম্বা লাইন ছিল। | Els comerços obren 24 hores els 7 dies de la setmana i s'hi formen immenses cues d'espera durant la nit. |
15 | নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় খানিকটা ভয় জাগানিয়া ছবি প্রকাশ করছে। | Aquesta gent ha començat a publicar fotografies força sorprenents a les xarxes socials. |
16 | অন্য মুদ্রার তুলনায় খুব দ্রুত রুবেলের দর পতন ঘটার কারণে, এক সপ্তাহের মধ্যে রাশিয়া বিশ্বের এক অন্যতম কেনাকাটার স্থানে পরিণত হয়। | Atesa la baixada brutal del valor del ruble respecte a les altres divises, Rússia s'ha convertit en qüestió d'unes setmanes en el centre mundial de les compres. |
17 | যে সমস্ত কোম্পানি ক্রেডিট কার্ড সরবরাহ করে তারা রুশ দোকানগুলোয় বিদেশীদের প্রচুর পরিমাণ লেনদেন চিহ্নিত করেছে এবং রুশ খুচরা বিক্রেতারা নিজেদের মধ্যে প্রচুর বিদেশী ক্রেতা নিয়ে কথা বলছে। | Les companyies de processament de targetes de crèdit han registrat una crescuda en les transaccions de targetes estrangeres en els establiments russos. Els detallistes russos parlen sobre una onada de consumidors estrangers. |
18 | ভারলামভ উল্লেখিত ইনস্টাগ্রামের কিছু ছবি রুনেট ইকো সংগ্রহ করেছে, তারা সেগুলোর শিরোনাম রুশ থেকে ইংরেজীতে অনুবাদ করেছে। | RuNet Echo ha reunit diverses de les fotografies preses per Varlamov a Instagram i n'ha traduït les llegendes a l'anglès. |
19 | A photo posted by Olga (@tishkina07) on Dec 12, 2014 at 1:02pm PST মস্কোয়, আইকার মেগা বেলাইয়া ডাচা শপিং মল | A photo posted by Olga (@tishkina07) on Dec 16, 2014 at 1:02pm PST |
20 | A photo posted by Arkadiy (@arkadiymo) on Dec 12, 2014 at 1:47pm PST | L'IKEA del centre comercial Mega Belaya Dacha de Moscou. |
21 | আহাহা, এটা আমার প্রিয় ননস্টিকি ফ্রায়িং প্যান! | A photo posted by Arkadiy (@arkadiymo) on Dec 16, 2014 at 1:47pm PST |
22 | আজকে দিনের কাজ শেষে এটা কেনার জন্য এমভিডিওর সামনে দুই ঘণ্টা ধরে এক লাইনে, এবং এখনো দাঁড়িয়ে। | La meva paella antiadherent preferida! He fet cua durant dues hores després de la feina per comprar-la en MVideo. |
23 | সেখানে এক উন্মাদনা বিরাজ করছে! | Quina casa de boigs! |
24 | নাগরিকরা এই বিষয়টি ভালভাবে উপলব্ধি করতে পেরেছে যে রুবেলের দামের পতনের কারণে আগামীকাল সকালে দাম বেড়ে তা, দুই থেকে তিন গুণে দাঁড়াবে । | La gent ho ha entès ben bé: a causa de la caiguda del ruble els preus pujaran dues o tres vegades demà matí. |
25 | কাজেই তারা টিভি এবং অন্যান্য ইলেকট্রেনিক্স পণ্য সামগ্রী কিনছে | Es preveu que els consumidors compraran a cents i a milers televisors i altres tecnologies. |
26 | | A photo posted by Первая ДВЕРНАЯ ФАБРИКА (@roman_dveri) on Dec 16, 2014 at 11:28am PST |
27 | A photo posted by Первая ДВЕРНАЯ ФАБРИКА (@roman_dveri) on Dec 12, 2014 at 11:28am PST | #crisi #noquedares #mvideo #casadeboigs #aixòésrússia #dòlar #compres #cua #sancions #euro #prestatgeriesbuides |
28 | #সঙ্কট #অচল #এমভিডিও #ক্রেজিপ্যান্টস #এইহচ্ছেরাশিয়া #ডলার #শপিং #লাইন #অর্থনৈতিকঅবরোধ #ইউরো #খালিতাক | A photo posted by Первая ДВЕРНАЯ ФАБРИКА (@roman_dveri) on Dec 16, 2014 at 11:27am PST |
29 | A photo posted by Первая ДВЕРНАЯ ФАБРИКА (@roman_dveri) on Dec 12, 2014 at 11:27am PST | #crisi #nohihares #mvideo #casadeboigs #aixòésrússia #dòlar #compres #cua #sancions #euro #prestatgeriesbuides |
30 | #সঙ্কট #অচল #এমভিডিও #ক্রেজিপ্যান্টস #এইহচ্ছেরাশিয়া #ডলার #শপিং #লাইন #অর্থনৈতিকঅবরোধ #ইউরো | A photo posted by Александра (@aleksandranosevich) on Dec 16, 2014 at 10:04am PST |
31 | A photo posted by Александра (@aleksandranosevich) on Dec 12, 2014 at 10:04am PST | Ni tan sols es pot veure la fi de la cua, gira a mà dreta i continua pels corredors. |
32 | আর এখান থেকে আপনি বুঝতে পাবেন না এই লাইনের শেষ কোথায়, লাইনটি ডানে বেঁকে সড়ক দ্বীপের দিকে গিয়েছে। | A photo posted by Anastasia Zavertyaeva (@smailik_n) on Dec 16, 2014 at 11:18am PST |
33 | A photo posted by Anastasia Zavertyaeva (@smailik_n) on Dec 12, 2014 at 11:18am PST | Increïble el que està passant a MVideo. |
34 | এমভিডিওতে অবিশ্বাস্য ঘটনা ঘটছে, যদি কারো কাছে ডলার না থাকে তাহলে সে ইলেকট্রনিক্সের পণ্য সামগ্রী কিনছে। | A falta de dòlars, electrònica! A photo posted by Кулинарный Блог ПП (@olga.lifestyle) on Dec 15, 2014 at 8:25am PST |
35 | A photo posted by Кулинарный Блог ПП (@olga.lifestyle) on Dec 12, 2014 at 8:25am PST | Impensable! 5 hores hem passat a l'IKEA dilluns de tarda… |
36 | …এমনকি আমি কল্পনাও করিনি যে সোমবার বিকেলে আমি আইকার কোন স্টোরে ৫ ঘণ্টা কাটাবো… | A photo posted by @stilet_designer on Dec 16, 2014 at 1:45pm PST |
37 | A photo posted by @stilet_designer on Dec 12, 2014 at 1:45pm PST | Decidit: Anem a l'IKEA |
38 | আমরা আইকা স্টোরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। A photo posted by @shy4ka_krashennaya on Dec 12, 2014 at 12:37pm PST | A photo posted by @shy4ka_krashennaya on Dec 15, 2014 at 12:37pm PST |
39 | অর্থনৈতিক অবরোধ কি সকলকে আতঙ্কিত করেছে? | Algú s'ha espantat per les sancions? |
40 | নাকি এটা এমনই এক কেনাকাটা। নতুন বছরের উপহার কেনার জন্য এখন মানুষ যে রকম কেনাকাটা করে? | O és el que es compra ara com a regal d'Any Nou? |
41 | যারা, দোকানের সামনে লম্বা লাইন এমন ছবি প্রদর্শন করেছে, রাশিয়ার কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারী তাদের সমালোচনা করেছে, তার বলছে এটা রাশিয়ার সঙ্কট-কে অতিরঞ্জিত রূপে প্রদর্শন করা। | Diversos internautes russos han criticat totes aquestes fotografies compartides a les xarxes de les cues en els comerços que, segons ells, empitjoren la crisi russa. |
42 | যেমন একজন লাইফজার্নাল ব্যবহারকারী বলছে যে নাগরিকদের মাঝে আতঙ্ক ছড়ানোর আরেকটা প্রচেষ্টা মাত্র: | Un usuari de LiveJournal escrivia, per exemple, que això no és més que un intent d'infondre el pànic entre el públic: |
43 | আমি জানি না সংবাদটি আসলে কিসের। | No comprenc quina és la notícia. |
44 | এটা ১৭ ডিসেম্বর, আর বিগত কয়েক বছর ধরে দোকানের সামনে উন্মাদ লোকেরা লাইন ধরে এবং শপিং মলের আশেপাশে ট্রাফিক জ্যাম বাঁধায়, নববর্ষের শুরুর আগে যে উন্মাদনা এটি তার এক স্বাভাবিক দৃশ্য। | És 17 de desembre, com aquests darrers anys, les cues estan plenes de gent com botja en les botigues i els embossos als centres comercials són normals de cara a la histèria del Any Nou. |
45 | ছুটির সময় উপহার প্রদানের জন্য কেনাকাটার কারণে তৈরী হওয়া চাপ অথবা ইনস্টাগ্রামের প্ররোচনায় তৈরী হওয়ায় আতঙ্ক, সে যাই হোক না কেন, রুবেলের ক্রয় ক্ষমতা ক্রমশ কমে আসতে থাকার বিষয়টি রাশিয়ার ক্রেতারা যে উপলব্ধি করতে পেরেছে সে বিষয়টি অস্বীকার করা যায় না। | Fins i tot amb la pressió dels regals de les festes i el pànic induït per Instagram, el sentit comú fa que els consumidors russos entenguin el decaïment del poder adquisitiu del ruble. |
46 | তারা দ্রুত ডলার, ইউরো, ভ্যাকুয়াম ক্লিনার, জ্যাকেট, খাবার এবং কে জানে কোন জিনিসে তাদের মুদ্রা বিনিয়োগ করছে, যা দেখাচ্ছে যে দেশের অর্থনীতির প্রতি নাগরিকদের উল্লেখযোগ্য পরিমাণ কম আত্মবিশ্বাস-আর সেই আত্মবিশ্বাস এতটাই কমে এসেছে যে তা এমনকি মঙ্গলবার রাতেও নাগরিকদের আইকার স্টোরের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য করছে। | L'única cosa que demostren aquestes estampides per invertir en qualsevol cosa, en dòlars com en euros, en aspiradores, abrics o aliments és la manca de confiança dels russos en la seva economia nacional. Tanta desconfiança com per passar tota nit del dimarts durant hores en una cua de l'IKEA. |