# | ben | cat |
---|
1 | কিউবা: হাভানাতে সামাজিক নেটওয়ার্কিং উৎসব | Cuba: L'Havana acull un festival alternatiu sobre xarxes socials |
2 | গত সপ্তাহে কিউবার হাভানাতে ফেস্টিভাল ক্লিক বা “উৎসবে ক্লিক করুন” অনুষ্ঠিত হয়েছে দ্বীপটির ব্লগারদের - বিশেষভাবে উল্লেখযোগ্য জেনেরাসিওন এ (প্রজন্ম ওয়াই)-এর [স্প্যানিশ ভাষায়] লেখক এবং কিউবার ব্লগার অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ইয়োয়ানি সানচেজের - আয়োজনে। | El logo del Festival Clic L'Havana acollirà aquesta setmana el Festival Clic, una trobada organitzada de forma independent per bloggers alternatius de l'illa, reunits al voltant de l'Acadèmia Blogger i la figura de Yoani Sánchez, autora del blog Generación Y. |
3 | এই ঘটনাটি সংঘটনে স্প্যানিশ সামাজিক ওয়েব ইভেন্ট এবে [স্প্যানিশ ভাষায়] এবং সাধারণভাবে সরকারী নিয়ন্ত্রণের বাইরে থেকে কিউবার ভবিষ্যত এবং এর গণতান্ত্রিক পরিবর্তন সম্পর্কে বিতর্ক, সম্মেলন এবং উপস্থাপনার আয়োজনকারী কিউবার স্বাধীন সংগঠন এস্তাদো দে সাতস-এর [স্প্যানিশ ভাষায়] সমর্থন ছিল। | A banda, l'esdeveniment compta amb el suport de la cita espanyola de web social EBE i el projecte independent cubà Estado de SATS, una organització que, tot escapant al control del règim, organitza debats, conferències i exposicions sobre el futur de Cuba i la seva transició cap a la democracia. |
4 | ইয়োয়ানি সানচেজ তার ব্লগের একটি পোস্টে [স্প্যানিশ ভাষায়], আয়োজনটির লক্ষ্য উপস্থাপন করেন। তিনি মনে করেন না যে এটি পরোক্ষভাবে রাজনৈতিক বরং এর দৃষ্টি সাধারণভাবে ব্লগিং কমিউনিটির দিকে নিবদ্ধ: | En un post al seu blog, Yoani Sánchez ha presentat els objectius d'aquesta cita que es planteja com una trobada al voltant del món de les xarxes socials: |
5 | বিভিন্ন ধরনের সংগঠন, সুশীল সমাজের বিভিন্ন গোষ্ঠী এবং ব্যক্তিবর্গ আয়োজনটি চালনা করলেও তাদের বিশেষ কোন স্বার্থের পক্ষ নেয়নি। | L'esdeveniment està impulsat per diverses organitzacions, grups i persones de la societat civil, però no respon als interessos particulars de cap d'ells. |
6 | এটির বৈশিষ্টই প্রযুক্তিগত, ভাবাদর্শগত নয়। ক্লিক করুন উৎসবের লোগো | No té carácter ideològic ni polític, sinó tecnològic. |
7 | এই উৎসবটির মাধ্যমে উদ্যোক্তারা সামাজিক মিডিয়াকে ঘিরে কিউবার শাসকগোষ্ঠী এবং সরকারের পিছু পিছু চলা সাংবাদিক ও ব্লগারদের সংঘটিত অন্যান্য ঘটনাবলী প্রতিহত করার আশা করে। সানচেজ লিখেছেন: | Amb aquest festival es vol contrarrestar altres esdeveniments al voltant de la web social que han estat organitzats pel règim convocant-hi periodistas i bloggers de l'oficialisme. |
8 | অংশগ্রহণকারীদের নির্বাচনের ক্ষেত্রে আমরা কোন প্রকারের রাজনৈতিক পৃথকীকরণ কিংবা ভাবাদর্শগত নির্ণায়ক বা ব্যবহার করি না - এবং বর্জনীয় যুদ্ধকৌশল ব্যবহৃত হয় কিউবার এমন কোন ব্লগার এবং টুইটার সম্মেলনে আমরা অবশ্যই অংশগ্রহণ করি না। | En aquest sentit, Yoani Sánchez manifesta que el Festival Clic anirà cap a una altra banda: No incurrirem en cap tipus de segregació política ni utilitzarem cap matís ideològic per a seleccionar als participants, molt menys caurem en les exclusions que han sofert altres trobades anteriors de bloggers o tuitaires cubans. |
9 | বিশেষভাবে উদাহরণ না দিয়ে সানচেজ ব্লগাজো এক্স কিউবা: প্রিমের এনকুইন্তেরো দে ব্লগুয়েরোস এন রেভুলোসিয়ন [ব্লগারদের প্রথম বিপ্লবের সভা] এর প্রতি নির্দেশ করেন, যেটি মাতাঞ্জাস এলাকায় সরকারপন্থী ব্লগ কালেক্তিভ লা হভেন কিউবা উদযাপন করেছিল। | Sense citar-ho, Sánchez es refereix a l'organització el passat abril de la trobada Blogazo x Cuba Primer Encuentro de Blogueros en Revolución, que es va celebrar a Matanzas, sota l'organització del blog col·lectiu progubernamental La Joven Cuba. |
10 | আয়োজনটির চূড়ান্ত ঘোষণাটি উদ্যোক্তাদের রাজনৈতিক বিষয়সূচি খোলাখুলিভাবে স্পষ্ট করে দেয়। সরকারপন্থী সম্প্রদায় শাসকগোষ্ঠীর সমালোচনাকারী ব্লগারদের সম্পর্কে প্রতিকূল মতামত এবং ভিন্নমতাবলম্বীদের “ভাড়াটে” আখ্যা দেয়। | La declaració final d'aquella trobada va deixar clara la identificació dels seus promotors amb la “tradició revolucionaria” i durant les jornades es van expressar opinions desfavorables contra els blocaires que són crítics amb el règim i que l'esfera oficial titlla de “mercenaris”. |
11 | এছাড়াও আয়োজনটি শাসকগোষ্ঠীর সহ্য করা ব্লগারদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি করে। | La trobada va generar també un intens debat en l'entorn dels blocaires tolerats pel règim. |
12 | ক্লিক উৎসবটি ২১শে জুন থেকে ২৩শে জুন পর্যন্ত চলে এবং এতে টুইটার, নেটনাগরিকদের অধিকার উপর এবং কিউবাতে ডিজিটাল প্রকাশনার বর্তমান পরিস্থিতি অন্তর্ভূক্ত ছিল। | El Festival Clic se celebrarà del 21 al 23 de juny i inclou sessions al voltant de Twitter, els drets de l'internauta cubà o la situació actual de les publicacions digitals cubanes. |
13 | এছাড়াও আলাদাভাবে শুধু প্রযুক্তিভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হবে। | Durant els dies del festival també se celebraran tallers dedicats a tecnologia. |