Sentence alignment for gv-ben-20121119-33010.xml (html) - gv-cat-20121119-3336.xml (html)

#bencat
1মিশরীয়রা নিজেদের ধর্মনিরপেক্ষ আইন লিখছে .. টুইটারেEls egipcis redacten les seves pròpies lleis laiques… a Tuiter
2মিশরীয়রা তাদের একেবারে নিজস্ব ধর্মনিরপেক্ষ আইনের খসড়া তৈরি করছে ..Els egipcis estan redactant un esborrany de les seves pròpies lleis laiques a Tuiter.
3টুইটারে মাহমুদ সালেম - ওরফে মরুবানর - নিচের প্রস্তাবনাটি করার পর সবকিছু শুরু হয়:Tot va començar quan Mahmoud Salem, també conegut com Sandmonkey [Mico de sorra], va suggerir el següent:
4@মরুবানর: যেহেতু ইসলামপন্থীদের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষরা ইসলামবিরোধী এবং অমুসলিমরা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানকে নিয়ন্ত্রণ করছে, তাই কারা আমার সঙ্গে একটি ধর্মনিরপেক্ষ আইন লিখতে চান?@Sandmonkey: Com que els islamistes consideren antiislàmica la comunitat laica i creuen que els qui no són musulmans controlen les seves celebracions religioses, qui em vol ajudar a redactar lleis laiques?
5শীঘ্রই #شريعة_العلمانية [আরবী] (ধর্মনিরপেক্ষ আইন) হ্যাশট্যাগ সৃষ্টি হয়ে তাতে ধর্মনিরপেক্ষ জনগণের জন্যে এই নতুন শরিয়া (আইন) কী রকম হওয়া উচিত সে বিষয়ে পরামর্শ জমা হতে থাকে।Aleshores, va aparèixer el hashtag #شريعة_العلمانية [ar] (llei laica) i amb ell les opinions sobre com hauria de ser aquesta nova sharia (llei) per a la comunitat laica.
6নারীদের প্রতি দৃষ্টি রেখে খসড়া আইনের নেতৃত্ব প্রদানকারী সালেম বলেছেন:Salem comença la redacció de l'esborrany centrant-se en les dones:
7@মরুবানর: নারীদের বাণিজ্য নিষিদ্ধ এবং যারা শিশুদের বিয়ে করতে চান তাদের জেলে দেয়া এবং মানসিক চিকিৎসার জন্যে নেয়া হবে।@Sandmonkey: Està prohibit el tràfic de dones i aquells que vulguin casar-se amb xiquetes seran empresonats i començaran un tractament psicològic.
8মালাক বোগদাদী বলেছেন:Malak Boghdady afegeix:
9@মালাকবোগদাদী: নারীরা রাস্তায় হাঁটা মাংসের একটি টুকরা নন।@MalakBoghdady: Les dones no són un tros de carn que es passeja pel carrer.
10একজন পুরুষের মতো নারীরাও মানুষ, আর নিরাপদ বোধ করা এবং নারী হিসেবে লজ্জিত না হওয়া তার অধিকার।Les dones són éssers humans, com els homes, i tenen el dret de sentir-se segures i no avergonyir-se de ser dones.
11এবং শাহিনাজ আবদেল সালাম বলেছেন:Shahinaz Abdel Salam explica:
12@ওয়া৭দামাসরিয়া: আমার রঙ, ধরন এবং ধর্ম গুরুত্বপূর্ণ নয়।@Wa7damasrya: El meu color, la meva classe i la meva religió no són importants.
13(গুরুত্বপূর্ণ) আমার কাজ।Sí que ho és el meu treball.
14তিনি বলে চলেন:I continua:
15@ওয়া৭দামাসরিয়া: ন্যায়, সাম্য এবং স্বাধীনতা।@Wa7damasrya: Justícia, igualtat i llibertat.
16রাজনীতির দিকে দৃষ্টি ফিরিয়ে মোহামেদ এমাম ইঙ্গিত করেছেন:Quant als polítics, Mohamed Emam suggereix:
17@মেমান৮: ধর্ম বা জাতির ভিত্তিতে রাজনৈতিক দল গঠন করা অনুমোদনযোগ্য নয়।@meman8: No està permés formar un partit polític basant-se en la religió o el grup ètnic.
18রাজনীতিতে ধর্মীয় স্লোগান ব্যবহার করা প্রতারণার সামিল এবং (এগুলো দিয়ে) কোনো রাজনৈতিক কর্মসূচী তৈরী করা যাবে নাEmprar eslògans religiosos en política és fraudulent i no constitueix un programa polític.
19ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কে নেভাইন জাকি বলেছেন:Pel que fa a la llibertat personal, Nevine Zaki diu:
20@নেভাইন_জাকি: অন্যদের ক্ষতি না করা পর্যন্ত আপনি স্বাধীন@nevine_zaki: Ets lliure mentre no facis mal a ningú.
21ধর্ম সম্পর্কে জাকি টুইট করেছেন:I quant a religió, Zaki tuiteja:
22@নেভাইন_জাকি: ধর্ম ঈশ্বরের জন্যে এবং দেশ সবার জন্যে।@nevine_zaki: La religió és per Déu i la nació pels demés.
23এবং এমাম যোগ করেছেন:Emam afegeix:
24@মেমাম৮: ইচ্ছে অনূসারে আপনার যে কোন ধর্ম গ্রহণের অধিকার রয়েছে এবং অধিকার রয়েছে অন্যদের হস্তক্ষেপ ছাড়াই আপনার ধর্মীয় অনুষ্ঠান পালনের।@memam8: Tens el dret de triar la religió que vulguis i de practicar-la sense la intromissió dels demés.
25আপনাকে এছাড়াও অন্যান্য সমস্ত ধর্মকে সম্মান করতে হবেTambé has de respectar la resta de religions.
26এদিকে নাহলা এনানি এটিকে সংক্ষিপ্ত রেখেছেন:Mentre que Nahla Enany resumeix:
27@নাহলা_৮৮: মানুষ হন@Nahla_88: Sigues humà.
28উপসংহারে আমরা ফিরে যাই মরুবানরের কাছে, তিনি টুইট করেছেন:En conclusió, tornem a Sandmonkey, qui tuiteja:
29@মরুবানর: অবমাননাকর সেসব মূক-মৌন নামসর্বস্ব নেতৃবৃন্দ, দায়িত্ব প্রতিটি ধর্মনিরপেক্ষ মানুষের।@Sandmonkey: És el deure de tots els laics insultar els mandataris quan facin l'orni.