Sentence alignment for gv-ben-20110315-16146.xml (html) - gv-deu-20110308-2941.xml (html)

#bendeu
1জর্ডান: আমি জর্ডানকে ভালবাসি কারন…Jordanien: Ich liebe Jordanien, weil…
2গত কয়েকমাস ধরেই প্রতি শুক্রবারে জর্ডানের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর সংস্কারের দাবিতে বিক্ষোভ পরিলক্ষিত হচ্ছে।Während der letzten Monate erlebte Jordanien jeden Freitag Demonstrationen, die Reformen der politischen und wirtschaftlichen Strukturen forderten.
3টুইটার হ্যাশট্যাগ #ReformJo (#রিফর্মজেও) বেশ কয়েক সপ্তাহ ধরে দুর্নীতি দূরীকরণ, জর্ডানের নির্বাচনী আইন সংস্কারের দাবীতে সক্রিয়।Seit einigen Wochen werden nun schon unter dem Twitter Hashtag #ReformJo Vorschläge und Forderungen gesammelt, die sich größtenteils mit Reformen des jordanischen Wahlrechts und der Beendigung von Korruption auseinandersetzten.
4আরব বিশ্বের অন্যান্য দেশের মত জর্ডান অতটা অস্থির নয় - জর্ডানে প্রতিবাদের ধরণ এবং আলোচনা সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সংস্কারবাদীরা জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ২ -এর প্রতি অনুগত।Im Gegensatz zu vielen anderen Protesten in der arabischen Welt verliefen die Demonstrationen in Jordanien vollkommen friedlich.
5গত সপ্তাহ থেকে #আমিজর্ডানকেভালবাসি নামে একটি নতুন হ্যাশট্যাগ দেখা যাচ্ছে।Viele der Reformisten haben zudem ihre Loyalität gegenüber Jordaniens König Abdullah II. beteuert.
6এ হ্যাশট্যাগে মাতৃভূমি জর্ডানকে জর্ডানের টুইটার সম্প্রদায় কেন ভালবাসে তার বহু কারণ উপস্থাপন করা হয়েছে।Unter dem neuen Hashtag #ILoveJordan führte die jordanische Twittercommunity letzte Woche dutzende von Gründen auf, warum sie ihr Heimatland lieben.
7টুইটে অংশগ্রহণকারী অনেকেই # রিফর্মজেও- ব্যবহারে সক্রিয়। তাঁরা জর্ডান এবং এর নেতৃত্বের প্রতি বিশ্বস্ত।Viele von ihnen waren auch aktiv unter #ReformJo, wollten aber gleichzeitig auch ihrer Loyalität gegenüber Jordanien und der Führung Ausdruck verleihen.
8জর্ডানের জনগণ বিভিন্ন কারনে তাঁদের দেশকে ভালবাসে:Viele nannten die Menschen in Jordanien als einen Grund, warum sie ihr Land lieben:
9কাইস কারাজদসেহ লিখেছেন:Qais Karasdsheh schrieb:
10#আমিজর্ডানকেভালবাসি যেখানেই আপনি যান,কেউ না কেউ আপনার পরিচিত, এটা একটা ছোট দুনিয়া নয় এটা চমৎকার জর্ডান।#IloveJordan wohin du auch gehst, du kennst jemanden. Es ist keine kleine Welt, es ist ein großartiges Jordanien.
11জিনিয়া টুইট করেছেন:Xiniaa twitterte:
12#আমিজর্ডানকেভালবাসি কারন জর্ডান এককথায় সুন্দর; এর প্রকৃতি মানুষের মন ও আত্মা এবং খাবার http://ow.ly/48LGW#ILoveJordan weil Jordanien einfach wunderbar ist; seine Natur, der Sinn und die Seele der Menschen, und das Essen :) http://ow.ly/48LGW
13রাওয়ান সুন্নাক স্বীকার করছে:Rawan Shunnaq stimmte zu:
14#আমিজর্ডানকেভালবাসি এ দেশে আমি আমার পরিবার ও বন্ধুদের নিয়ে নিরাপদ#ILoveJordan das Land, in dem ich sicher mit meiner Famile und meinen Freunden lebe :)
15হেলেন আল-উজায়ী লিখেছেন:Helen al-Uzaizi schrieb:
16#আমিজর্ডানকেভালবাসি কারন এখানে প্রত্যেকেই পরিবারের মত।#ilovejordan weil jeder Familie ist
17এমনকি বাদশাহ আব্দুল্লাহ ২ এর রানী এ আলোচনায় যোগ দিয়ে টুইট করেন:Sogar König Abdullah II's Ehefrau, Königin Rania, beteiligte sich an der Diskussion.
18#আমিজর্ডানকেভালবাসি কারন# জেও একটা বড় বর্ধিত পরিবার।Sie twitterte: #ILoveJordan weil #JO eine große Familie ist.
19আপনি এখানে কখনো একা বোধ করবেন না।Man fühlt sich nie alleine.
20আমাদের দ্বার উন্মুক্ত আমাদের হৃদয় উন্মুক্ত।Unsere Türen sind offen; unsere Herzen sind offen.
21এটা অনেক ব্যাপক পরিসরে পূন: টুইট হয়েছে এ বিষয়ে খলিল ওয়াহাব বলেন:Dies wurde vielfach verlinkt, Khalil Wahhab fügte hinzu:
22আমাদের রানীর জন্য #আমিজর্ডানকেভালবাসি হাসট্যাগ#ILoveJordan weil unsere Königin Hashtags benutzt
23অনেকে অনেক মজার মজার কারণে জর্ডান কে ভালবাসে।Viele andere nennen humorvolle Gründe, warum sie Jordanien lieben.
24হিবা রেজিক টুইট করেন:Hiba Reziq twitterte:
25#আমিজর্ডানকেভালবাসি কারন রাস্তায় ট্যাক্সি ড্রাইভাররা আপনাকে কখনোই ক্লান্ত হতে দেবেনা :)#জর্ডান#জেও#IloveJordan weil die Taxifahrer einen auf dem Weg niemals langweilen :) #Jordan #Jo
26ওসামা আল-সামদি তাঁর টুইটে ছবি যোগ করে বলেন টুইটে:Osama al-Samadi fügte seinem Tweet ein Foto bei:
27#আমিজর্ডানকেভালবাসি কারন এটা আর অন্য কোনোখানেই ঘটা সম্ভব না। @ জে ও ছবি#জেও # পর্যটন @ জর্ডানভ্রমণ @visitjordan yfrog.com/h7v2qmoj#ILoveJordan weil mir das nirgendwo anders passieren könnte @JOPictures #jo #tourism @visitjordan yfrog.com/h7v2qmoj
28অন্য অনেকেই জর্ডানের নিরাপত্তা এবং শান্তিপূর্ণতার বিষয়ে আলোকপাত করেন।Andere konzentrierten sich aber doch auf Jordaniens Sicherheit und die friedvolle Situation.
29রিম বি টুইট করেন:Reem B twitterte:
30#আমিজর্ডানকেভালবাসি কারন আপনি মাঝরাতে মুদিখানায় গিয়ে নির্ভয়ে এবং নিরাপদে কেনাকাটা করতে পারবেন।#ilovejordan weil man um Mitternacht rausgehen kann, seine Lebensmittel besorgen kann, ohne dass man um die eigene Sicherheit besorgt ist.
31অন্যরা জর্ডানের হাসেমীয় বাদশাহর প্রতি আনুগত্যকে গুরুত্ব দিয়েছেন।Wiederum andere betonten ihre Loyalität gegenüber Jordaniens Hashemitenkönig.
32আনুদ আল-ফাওয়াজ টুইট করেন:Anoud al-Fawwaz twitterte:
33নিরাপদ,শান্তিপূর্ণ এবং অভ্যর্থনামূলক, সমৃদ্ধ ইতিহাস, মৃত সাগর পেট্রা ও ওয়াদি রামের দেশ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এটা হাসেমীয়দের রাজত্ব। #আমিজর্ডানকেভালবাসিSicher, friedlich & einladend, reich an Geschichte, Heimat des Toten Meers, Petra & Wadi Rum und vor allem des Königreichs der Hashemiten #ILoveJordan
34ওমর বিলতাজি টুইট করেন:Omar Biltaji twitterte:
35#আমিজর্ডানকেভালবাসি কারন আমি যে কোন বিদেশী বিমান বন্দরে হাটতে পারি এবং তাঁদের বলতে পারি আমি একজন জর্ডানীয় এবং আমার বাদশাহ এইচ এম আব্দুল্লাহ ২…#ILovejordan weil ich an jedem Flughafen sagen kann, dass ich Jordanier bin und mein König S.M. Abdullah II ist…
36রিম বি লিখেন:Reem B schrieb:
37#আমিজর্ডানকেভালবাসি কারন জর্ডানের রয়েছে মহান বাদশাহ যে জনগণের মঙ্গলে কাজ করে যাচ্ছে।#ilovejordan weil es einen großartigen König hat. Ein Mann, der Gutes für sein Volk tut.
38তাঁকে আমি গভীরভাবে সম্মান ও শ্রদ্ধা করি।Jemand, den ich tief respektiere und verehre.
39#জেও#JO
40নুর আল-হাসান বলেন:Nour al-Hassan fasst zusammen:
41#আমিজর্ডানকেভালবাসি কারন এটা আমার বাড়ি।#Ilovejordan weil es mein Zuhause ist.
42সংস্কার বিষয়ে জর্ডানীয় বিতর্ক অব্যাহত রয়েছে # সংস্কারজেও, জন্মভূমির প্রতি জর্ডানীয় জনগণের ভালবাসার প্রতিফলন ঘটেছে #আমিজর্ডানকেভালবাসি - হ্যাশট্যাগে।Die jordanische Debatte über Reformen geht weiter unter #ReformJo, während die Wertschätzung der Jordanier für ihr Heimatland weiterhin unter #ILoveJordan zum Ausdruck gebracht wird.