# | ben | deu |
---|
1 | চে গুয়েভারা বাসভবন জাদুঘরে স্বাগতম | Willkommen in dem Haus der Kindheit Che Guevaras |
2 | ছবি- লরা স্নেইডারের অনুমতিক্রমে। | Foto mit freundlicher Genehmigung von Laura Schneider. |
3 | আর্জেন্টিনার কর্ডোবা প্রদেশের সান্তা মারিয়া জেলায় আলটা গ্রাসিয়া [স্প্যানিশ] অবস্থিত। | Alta Gracia [es] ist die Hauptstadt des Verwaltungsbezirks Santa María der Provinz Córdoba, Argentinien. |
4 | এ স্থানটি বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষিত, এ স্থানটির অন্যতম আকর্ষন হল চে গুয়েভারা বাসভবন জাদুঘর [স্প্যানিশ]। | Zu den Anziehungspunkten der als Weltkulturerbe anerkannten Stadt zählt das Museum des Hauses, in dem Che Guevara seine Kindheit verbachte [es]. |
5 | আর্জেন্টিনীয় ব্লগার লরা স্নেইডার [স্প্যানিশ] | Dorthin begab sich Laura Schneider, ebenfalls Argentinierin, und präsentiert uns das Museum in einer Fotogalerie. |
6 | লরা তাঁর ব্লগে লিখেনঃ [স্প্যানিশ]: | In ihrem Blog Viajes y Relatos [Reisen und Erzählungen] [es] schreibt Laura: |
7 | ব্রিটিশ স্থাপত্যকে অক্ষুণ্ণ রেখে প্রচুর ফটোগ্রাফ, আর্নেস্টোর শোবার ঘর, তাঁর বিখ্যাত স্কুটার, জীবনলিপি লেখা জার্নাল দিয়েএই বাড়িটি সংরক্ষণ করা হয়েছে। | Seine Bauweise im Englischen Stil ist erhalten, jedoch nun ausgestattet mit Fotografien, Zeitungsausschnitten, dem Zimmer Ernestos, dem berühmten Motorrad und dem Tagebuch, das die Erzählungen seines Lebens bewahrt. |
8 | আশেপাশে আর দশটা সাধারণ বাড়ির মতই এই বাড়িটি। | Es befindet sich in einem Stadtviertel mit Häusern, die im selben Stil gebaut sind. |
9 | আগে অনুমতি নেওয়া থাকলে ছবি তোলা যায় বলে জাদুঘর পরিদর্শনে আপনাদের আগ্রহ বাড়ানোর জন্য আমি কিছু ছবি শেয়ার করলাম। কার্লোস প্যালেগ্রি্নি এলাকায় ৫০১ আভেল্লানেডাতে এই বাড়িটি অবস্থিত। | Da es, mit vorheriger Genehmigung, erlaubt ist Fotos zu machen, überlasse ich Ihnen hier einige davon, die Sie hoffentlich zum Besuch des Museums begeistern können. |
10 | প্রবেশমূল্য খুবই কম (উল্লেখ না করলেই চলে)। | Dieses befindet sich im Stadtviertel Carlos Pellegrini, Avellaneda 501. |
11 | এই প্রবেশমূল্য বাবদ প্রাপ্ত অর্থ দিয়ে বাড়িটির রক্ষণাবেক্ষণ ব্যয় মেটানো হয়। | Der sehr niedrige Eintrittspreis (es lohnt sich nicht, ihn hier aufzuführen) wird für die Instandhaltung des Ortes verwendet. |
12 | আপনি যদি ফটোজার্নালিজমের বিষয়ে আগ্রহী হন তাহলে @LauraSchne এই টুইটার একাউন্টে লরাকে অনুসরণ করতে পারেন | Mehr von diesem Fotojournalismus und weitere Geschichten gibt es über Lauras Twitteraccount. |