# | ben | deu |
---|
1 | জাপান: সুনামি আঘাত হেনেছে, কিছুই বাকি রাখেনি | Japan: Tsunami trifft auf Küste mit verheerenden Folgen |
2 | এই পোস্টটি ২০১১ সালে জাপানে ভূমিকম্প নিয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | |
3 | জাপানের স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পের পরে দেশটিতে এক ভয়ঙ্কর সুনামি আঘাত হেনেছে। | Nach dem größten Erdbeben seit Beginn der Aufzeichnungen in Japan wird das Land nun vom verheerendsten Tsunami getroffen. |
4 | দেশজুড়ে জনগণ তাদের টিভি সেটে চোখ রেখেছে এবং দেখছে সাত মিটার উঁচু সুনামির জলের স্তম্ভ গাড়ি এবং বাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে - এইসব দৃশ্য। | Menschen im ganzen Land sitzen gebannt vor ihren Fernsehern und sehen sich in den Nachrichten Szenen an, in denen ein Tsunami von über 7 Metern Höhe Autos und Gebäude mit sich reißt. |
5 | তবে বিশ্বের অন্যান্য স্থানে লোকজন আরও ক্ষতির জন্যে প্রস্তুত হচ্ছে, যেমন হাওয়াইতে উপকূল এলাকা থেকে লোক সরিয়ে নেয়া হচ্ছে এবং আরও বিশটি দেশে সতর্ক সংকেত জারি করা হয়েছে। | In der Zwischenzeit bereitet man sich in anderen Teilen der Erde auf das Schlimmste vor. In Hawaii wurde die Evakuierung der Küstenregionen angeordnet, und in mindestens 20 anderen Ländern wurden Warnungen herausgegeben. |
6 | দ্যা গার্জিয়ান এই দুর্যোগ সম্পর্কে তাজা খবর প্রকাশ করছে। | Die Zeitung “The Guardian” veröffentlicht Live-Updates über die Katastrophe. |
7 | http://www.youtube.com/watch? v=rWgvX1FGK4I http://www.youtube.com/watch? | Bild eines riesigen Strudels in Ibaraki (über @gakuranman): |
8 | v=lSimeWFiuYc ইবারাকির বড় ঘূর্ণিপাক এর একটি ছবি (@গাকুরানমান এর সৌজন্যে): | Hier ein paar Twitter-Nachrichten, die beispielhaft sind für viele andere. |
9 | টুইটারে প্রকাশিত বার্তাগুলোর কিছু নমুনা: | |
10 | টাইনিস্টার৩২৩ লিখছে: | Tinystar323 schreibt: |
11 | সুনামিকে খালি ঢেউ ভাবলে ভুল করবে, এটি আসলে কংক্রিটের দেয়ালের মত যা দ্রুত গতিতে ধেয়ে আসে। | Bitte denkt bei einem Tsunami nicht an “Wellen”, sondern an “Betonwände, die bei extrem hoher Geschwindigkeit zusammenbrechen”. |
12 | মানুষ তার কাছে খর কুটোর মত। | Menschen können dagegen nichts ausrichten. |
13 | দয়া করে আগ্রহী হয়ে দেখতে কাছে যাবেন না। | Bitte geht nicht und schaut es euch aus Neugierde an. |
14 | @নিশি_০০২৪ একটি অসমর্থিত খবরে জানিয়েছে যে প্যাসিফিকো ইয়োকোহামা সেন্টারে আর লোকের জায়গা হচ্ছে না: | In einem unbestätigten Bericht von @nishi_0024 heißt es, dass das Pacifico-Yokohama-Tagungszentrum keine Menschen mehr aufnimmt: |
15 | প্যাসিফিকো ইয়োকোহামা কনভেনশন সেন্টার সুনামির হুমকির মুখে তাই তারা আর লোক নিচ্ছে না। | Das Pacifico Yokohama [Tagungszentrum] wird von einem Tsunami bedroht, weshalb es keine Menschen mehr aufnimmt! |
16 | সুনামির শিকার @এডামামকিবলছে: | Von @edamamicky, einem Opfer des Tsunami: |
17 | আমরা সুনামির শিকার। | Hier ein Opfer des Tsunami. |
18 | আমরা দ্বিতীয় তলায় আছি - আমার আম্মা, ভাই এবং একজন প্রতিবেশিসহ। | Befinde mich im Wohnhaus 2F mit meiner Mutter, meinem Bruder und einem Nachbarn und warte darauf, gerettet zu werden. |
19 | আমরা সুস্থ আছে, উদ্ধারের অপেক্ষায়। | Keine Verletzten. |
20 | প্রথম তলা পানির নিচে তাই বেরোতে পারছি না। | 1F ist überflutet und wir kommen selbst nicht heraus. |
21 | ফোনও নষ্ট। | Auch das Telefon hat keine Verbindung. |
22 | ভূমিকম্পের পরবর্তী সময়ের মিনিটে মিনিটে প্রতিবেদনের জন্যে এন এইচ কের সরকারী স্ট্রীম দেখুন. | Auf die Minute genaue Updates über die Folgen des Erdbebens, folge dem offiziellen Ustream von NHK. |