Sentence alignment for gv-ben-20140625-43827.xml (html) - gv-deu-20140623-22112.xml (html)

#bendeu
1রুশ টুইটারে কৌতুকের আবহ তৈরি করেছে কোমাKomas, wie gemacht für die Komödianten unter Russlands Twitterern
2কোমা থেকে বেড়িয়ে এসে রেসিং ড্রাইভার মাইকেল শুমাখার কি ধরণের বিশ্ব দেখবেন?Wie sieht die Welt aus, die Michael Schumacher nach dem Erwachen aus seinem Koma vorfindet?
3রুশ ছলনা।Ganz Russland spekuliert.
4ছবিঃ কেভিন রথরক।Fotomontage von Kevin Rothrock.
5মোটর রেস খেলার অবসরপ্রাপ্ত গাড়িচালক মাইকেল শুমাখার গত ২৯ ডিসেম্বর, ২০১৩ তারিখ থেকে ১৬ জুন, ২০১৪ তারিখ পর্যন্ত আঘাত জনিত কারণে কোমাতে ছিলেন।Vom 29. Dezember 2013 bis zum 16. Juni 2014 lag der frühere Rennfahrer Michael Schumacher [de] als Folge eines grässlichen Skiunfalls im künstlichen Koma.
6বরফে স্কি করার সময় ভয়াবহ এক দূর্ঘটনা ঘটার পর তিনি কোমায় চলে যান। অবশেষে শুমাখারের যখন জ্ঞান ফিরে এলো এবং তিনি হাসপাতাল থেকে বাড়ি এলেন, তখন রাশিয়ান টুইটার ব্যবহারকারীরা এ ঘটনাটিকে স্বাগত জানায়।Als Schumacher wieder zu Bewusstsein kam und die Klinik verließ, war dieses Ereignis für russische Twitternutzer ein willkommener Anlass, um sich über Sport und Politik lustig zu machen.
7তারা যেন খেলাধুলা এবং রাজনীতি নিয়ে কৌতুক করার একটি সুযোগ পেয়ে গেল।
8যেহেতু কিয়েভের সাথে মস্কোর সম্পর্কে কিছুটা উত্তেজনা বিরাজ করছে তাই অনেক ব্লগারই ইউক্রেনের গালে “কোমা কৌতুকের” চড় মারতে বেশ উদগ্রীব হয়ে আছেন।Da die Beziehungen zwischen Moskau und Kiew weiterhin angespannt sind, waren viele Bloger selbstverständlich eifrig dabei, die Ukraine mit “Komawitzen” abzuwatschen.
9ক্রেমলিনের কর্মকর্তা ভ্লাদিসলাভ সুরকভের এই ব্যঙ্গাত্মক একাউন্টে বলা হয়েছেঃDie Parodie auf das offizielle Nutzerkonto des Regierungsvertreters Wladislaw Surkow hatte fogendes mitzuteilen:
10শুমাখার কোমা থেকে বেড়িয়ে এসেছেন, কিন্তু ইউক্রেন কোমায় চলে গেছে।Schumacher ist wieder bei Bewusstsein, aber jetzt liegt die Ukraine im Koma. #gas
11রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়কে আরেকটি টুইটার একাউন্ট থেকে ব্যাঙ্গ করা হয়েছে। আপাত দৃষ্টিতে ইউক্রেনের রাজনীতিকে দমন করে এমন ডানপন্থী চরমপন্থীদের সাথে ক্রেমলিনের আচ্ছন্নতাকে উদ্দেশ্য করে এই একাউন্টের মাধ্যমে খোঁচা মারা হয়েছে।Ein weiteres Twitter-Profil parodiert Russlands Außenministerium und macht sich darüber lustig, dass der Kreml von der Vorstellung besessen ist, in der Ukraine würden Rechtsextremisten die Politik beherrschen.
12শুমাখার কোমা থেকে বেড়িয়ে এসেছেন।Schumacher ist aus dem Koma erwacht.
13শুমাখারকে এ কথাটি একেবারেই বলা যাবে না যে তিনি যখন ঘুমিয়ে ছিলেন তখন রাশিয়া ছাড়া সারা বিশ্ব ফ্যাসিবাদী নিয়ন্ত্রণের অধীনে চলে গেছে।Das Wichtigste ist jetzt, ihm keinesfalls zu erzählen, dass während er schlief die ganze Welt, Russland natürlich ausgenommen, unter die Kontrolle von Faschisten geraten ist.
14স্বাধীন টেলিভিশন চ্যানেল যখন টুইট করেছে যে ইউক্রেনে সহিংসতা এবং আকস্মিক রাজনৈতিক পরিবর্তন ঘটে যাওয়ার পুরোটা সময় জুড়ে শুমাখার ঘুমিয়ে ছিলেন, ঠিক সে সময়ে খবরটি তাঁর কাছে বেশ মর্মঘাতী হবে বলে একজন টুইটার ব্যবহারকারী কৌতুক করে বলেছেন।Als der unabhängige TV-Kanal twitterte, dass Schumacher während dieser Welle von Gewalt und politischen Unruhen in der Ukraine geschlafen hat, witzelte ein Twitternutzer, dass diese Neuigkeiten wohl zu schockierend seien.
15আপনি কি তাঁকে এ বিষয়ে কিছু বলতে গিয়েছেন।Das kann man niemandem erzählen.
16তবে আপনি তাকে আবারও কোমায় পাঠিয়ে দেবেন।Der fällt doch sofort zurück ins Koma.
17আরেকজন টুইটার ব্যবহারকারী ইউক্রেনের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া ঘটনাগুলোকে খেলাচ্ছলে শুমাখারের সুস্থ হয়ে ওঠার সাথে সংযুক্ত করেছেনঃEin anderer Twitternutzer brachte Schumachers fortschreitende Genesung schelmisch mit den Ereignissen in der Ostukraine in Verbindung:
18একটি গনভোটের ফলাফল অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী শুমাখার (এসএনআর) কোমা থেকে উঠে আসার সিদ্ধান্ত সম্পর্কে ঘোষণা দিয়েছেন।Dem Ergebnis einer Volksbefragung zufolge hat die Volksrepublik Schumacher (VRS) ihre Entscheidung bekannt gegeben, das Koma zu beenden.
19অন্যরা সরস মন্তব্য করে বলেছেন, শুমাখার ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির খেলা দেখতে ঘুম থেকে উঠে পরেছেন।Andere witzelten, dass Schumacher nur aufwachte, um Deutschlands Spiel bei der Fußballweltmeisterschaft zu sehen.
20ফাস্ট স্লোনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানি ফুটবল দল যখন মাঠ দখল করে নিতে যাচ্ছে ঠিক তখনই শুমাখার কোমা থেকে বেড়িয়ে এসেছেন।Informationen von Fast Slon zufolge ist Schumacher exakt zu dem Zeitpunkt aus dem Koma erwacht, als bei der FIFA Weltmeisterschaft die deutsche Mannschaft auf den Platz kam.
21অবশ্য কয়েকজন রাশিয়ান বিশ্বটিকে যেমন ভয়ংকর করে তুলেছেন শুমাখারও যদি পৃথিবীটাকে তেমন ভয়ংকর মনে করেন, তবে এই শেষের টুইটে যে দৃশ্যের বর্ণনা দেয়া হয়েছে, তিনি সেই দৃশ্যটিকে বেছে নিতে পারেনঃ
22শুমাখার কোমা থেকে বাড়িয়ে এসেছেন। তিনি সাম্প্রতিক সময়ের খবরগুলো পড়ছেন।Falls Schumacher die Welt genauso beängstigend findet, wie anscheinend so mancher Russe, wählt er möglicherweise das in diesem letzten Tweet beschriebene Szenario:
23তিনি বলেছেন, “হ্যাঁ, আপনারা সবাই পাগল হয়ে গেছেন”। আর বলেছেন, তিনি তাঁর কোমাতে আবার ফিরে যেতে চান।Schumacher erwachte aus dem Koma, las die neuesten Nachrichten, sagte “meine Güte, ihr seid doch alle verrückt” und bat darum, ins künstliche Koma zurückversetzt zu werden.