Sentence alignment for gv-ben-20080105-530.xml (html) - gv-deu-20080105-255.xml (html)

#bendeu
1গ্লোবাল ভয়েসেস: ২০০৭ বর্ষ পরিক্রমা এবং ২০০৮ এর ব্যাপক পরিকল্পনাGlobal Voices: Ein Rückblick und Pläne für 2008
2এটা হয়ত কেউ ভাবতেও পারেনি যে গ্লোবাল ভয়েসেস এর ২০০৭ সালের সবচেয়ে পঠিত লেখা হবে চায়নার পিঁপড়া উৎপাদনকারীদের নিয়ে একটি রিপোর্ট।Niemand hätte vorhersehen können, dass ein Beitrag über chinesische Kleinbauern der meistgelesene Artikel bei Global Voices im Jahr 2007 werden würde.
3এই ওয়েবসাইটের সবচেয়ে জনপ্রিয় লেখাগুলো ছিল মূলত: সে খবরগুলোই যা আন্তর্জাতিক মিডিয়ার জন্যে (এবং গনতন্ত্রকামী লোকদের জন্যে) গুরুত্বপূর্ন উৎস ছিল , যেমন মায়ানমার এবং পাকিস্তানের প্রতিবাদগুলো এবং কেনিয়ার সাম্প্রতিক অস্থিতিশীল অবস্থা।Unsere Top Artikel waren in erster Linie solche, in denen lokale Blogger zu wichtigen Quellen der internationalen Medien (und der Demokratie-Aktivisten) wurden, etwa bei den Protesten in Myanmar, Pakistan und den derzeitigen Unruhen in Kenia.
4এছাড়াও কিছু লেখা বেশ কিছু পাঠকদের আকর্ষন করেছে কারন অন্য কেউ তাদের নিয়ে রিপোর্ট করেনি যেমন বার্বাডোস, ডোমিনিকা, জামাইকা, কেইম্যান আইল্যান্ডস, হন্ডুরাস এবং ওমানের স্থানীয় প্রাকৃতিক দুর্যোগগুলো।Andere Artikel waren besonders beliebt, weil kaum jemand über die “weit entfernten” Regionen berichtete, wie bei den Tropenstürmen in Barbados, Dominica, Jamaika, Cayman Islands, Honduras und Oman.
5বিগত দিনগুলিতে গ্লোবাল ভয়েসেসের লেখক ও সম্পাদকরা তাদের আন্চলিক ব্লগোস্ফিয়ারের সেরা লেখাগুলোকে তুলে ধরেছেন।In den vergangenen Tagen haben Autoren und Redakteure von Global Voices die wichtigesten Artikel aus ihren Regionen zusammengestellt.
6আপনারা পড়ে দেখুন আমেরিকা মহাদেশ, ক্যারিবিয়ান দ্বীপপুন্জ, ককেশাস অন্চল, হংকং, কোরিয়া এবং ফিলিপাইনের ব্লগারেরা কোন বিষয়গুলিকে ২০০৭ সালের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন।Lesen Sie, welche Themen für die Menschen in Amerika, der Karibik, dem Kaukasus, Hong Kong, Korea und den Philippinen 2007 am wichtigsten waren.
7অন্যদিকে সিরিয়ান, মরোক্কান, আরবী এবং পর্তুগীজ ভাষাভাষী ব্লগারদের ভবিষ্যতের জন্যে আশার সাথে মিলে আপনিও আশান্বিত হোন।Teilen Sie die Wünsche für die Zukunft mit Bloggern aus Syrien, Marokko und aus dem arabischen und portugiesischen Sprachraum.
8২০০৭ সালে গ্লোবাল ভয়েসেসের সবচেয়ে আকর্ষনীয় লেখাগুলো:Die ‘heißesten' Themen bei Global Voices 2007
9পাঠকের সংখ্যা দিয়ে সবসময় লেখার মান নির্ধারন করা যায় না, তবুও এখানে আমরা ২০০৭ সালে গ্লোবাল ভয়েসেস এর বেশী পঠিত কিছু লেখা নিয়ে আলাপ করব।Qualität geht nicht immer mit Quantität einher - trotzdem werfen wir einen Blick auf weitere der meistgelesenen Beiträge.
10(সর্বশান্ত পিঁপড়া উৎপাদনকারীরা শেনইয়াঙে বিক্ষোভ করছেন ছবি: ‘দ্যা ফ্রি চায়না'র সৌজন্যে)(Bankrotte Kleinbauern protestieren in Shenyang - Bild von “The Free China”)
11অনেক সেরা পোস্ট আমাদের এডভোকেসী সাইটে প্রথমে প্রকাশিত হয়েছে যেগুলো মূলত: অনলাইন সেন্সরশীপ এবং বাক স্বাধীনতা নিয়ে লেখা।Mehrere der beliebtesten Beiträge waren zuerst auf unserer Advocacy-Seite erschienen. Die Seite befasst sich mit Netzzensur und Redefreiheit.
12চায়নার পিঁপড়া উৎপাদনকারী অথবা জিয়ামেনে পরিবেশ সংক্রান্ত প্রতিবাদের পোস্টগুলোর জনপ্রিয়তার কারন স্থানীয় মিডিয়া এবং ব্লগগুলোকে কর্তৃপক্ষ কর্তৃক সেন্সর করা হয়েছিল।Die erstaunliche Popularität von Artikeln über chinesische Kleinbauern und Umweltproteste in Xiamen hängt sicherlich damit zusammen, dass das örtliche Internetmedien und Blogs zensiert wurde.
13গ্লোবাল ভয়েসেস এ কোন লেখা জনপ্রিয় হওয়ার জন্যে রক্তপাত দরকারী নয় তবে মনে হয় তা কিছুটা সাহায্য করে।Es braucht kein Blut, um bei Global Voices erfolgreich zu sein, aber es scheint zu helfen.
14সাদ্দাম হোসেনের ফাঁসি, দক্ষিন কুর্দিস্তানে একটি হনর কিলিং (মর্যাদা রক্ষার জন্যে খুন), এবং রাশিয়ার একটি নিও নাৎসী হত্যার ভিডিও সংক্রান্ত পোস্টগুলো প্রচুর পাঠককে টেনেছে।Die Beträge über die Hinrichtung Saddam Husseins, ein Ehrenmord im Süden Kurdistans und ein Hinrichtungsvideo von russischen Neonazis wurden sehr oft gelesen. Auch Sex und Skandale sind bei den Online-Lesern beliebt (brauchen wir einen Sex-Redakteur?).
15Zu den schlüpfrigsten Geschichten gehörte 2007 ein provokant tanzender amerikanischer Hip Hop Künstler in Trinidad, ein polygamer Heiliger in Indonesien, sexueller Ausdruck in Hong Kong und vor kurzem ein untreuer chinesischer Moderator.
16২০০৮ সালে গ্লোবাল ভয়েসেস:Global Voices 2008
17২০০৭ সালের প্রথম থেকে বর্তমানে গ্লোবাল ভয়েসেস এর পাঠক সংখ্যা প্রায় দ্বিগুন হয়ে গেছে। এবং একটি ইংরেজী ভাষার সাইটের জন্যে যা অসামন্জস্যপূর্ন, যুক্তরাষ্ট্রের পরে চায়না থেকে আমারা বেশীর ভাগ পাঠক পাচ্ছি।Die Zugriffszahlen von Global Voices haben sich im Laufe des Jahres 2007 verdoppelt und - untypisch für eine englischsprachige Seite - ist das Land mit den meisten Lesern nach den USA China!
18২০০৮ সালে আমরা ইংরেজী ভাষাভাষী নয় এমন দেশগুলো থেকে আরও পাঠক পাব এটি আশা করছি কারন আমাদের অবিশ্বাস্য করিৎকর্মা লিঙুয়া অনুবাদকরা প্রায় ডজনখানেক ভাষায় গ্লোবাল ভয়েসেসের পোস্টগুলোর অনুবাদ প্রকাশ করছে যার মধ্যে আরবী, বাংলা এবং মালাগাসী ভাষা রয়েছে।2008 erwarten wir sogar noch mehr Leser in Ländern, die nicht englischsprachig sind. Dabei hilft das Lingua-Team, das Global Voices in mehr als zehn Sprachen übersetzt, darunter Arabisch, Bangla und Malagasisch.
19তারা ওয়েবের সর্বোচ্চ কলেবরের স্বেচ্ছাসেবী অনুবাদক কমিউনিটি হিসেবে আত্মপ্রকাশ করেছে।Das Lingua Team gehört mittlerweile zu den größten ‘volunteer translating communities' im Netz.
20আন্তর্জাতিক মূলধারার মিডিয়ারা এখন আরও বেশী করে বিশ্বব্যাপী ব্লগারদের নিয়ে প্রশ্ন করা শুরু করেছে।Die internationalen Mainstream-Medien sind so interessiert an den Bloggern der Welt wie nie zuvor.
21গ্লোবাল ভয়েসেসের লেখক এবং সম্পাদকরা এখন নাগরিক মিডিয়া এবং রাজনৈতিক বিষয়গুলোর জন্যে প্রায় নিয়মিতভাবেই সংবাদপত্র, ম্যাগাজিন, রেডিও এবং টেলিভিশনে স্বাক্ষাৎকার দিয়ে আসছেন বা মিডিয়া রিপোর্টে তাদের উল্লেখ করা হচ্ছে।Die Autoren und Redakteure von Global Voices werden jede Woche von Zeitungen, Magazinen, Radiosendern und TV-Shows zu den Themen Bürgerjournalismus und Politik interviewt und zitiert.
22আমাদের নতুন বিশেষ কাভারেজ পাতা, যেখানে নির্বাচিত ব্লগগুলো থেকে সরাসরি ফিড যোগ করা হয়, বিভিন্ন অনলাইন মিডিয়ায় আলোচিত হয়েছে এবং লিন্ক করা হয়েছে।Viele Onlinemedien haben auf unsere neuen Special Coverage Seiten gelinkt, auf denen wir Feeds von handverlesenen Blogs anbieten.
23সবার শেষে গ্লোবাল ভয়েসেসের আন্চলিক ও ভাষা সম্পাদকেরা যেইসব দেশ আমরা এখনও কাভার করতে পারিনি সে সব দেশের ব্লগারদের সাথে সংযোগ স্থাপন করবেন।Die Regionen- und Sprach-Redakteure werden noch mehr Blogger und noch mehr Länder erreichen, die wir bislang nicht abdecken.
24তাদের আমাদের একশ'র ও বেশী স্বেচ্ছাসেবী ব্লগারদের নেটওয়ার্কের সাথে যুক্ত হবার আহ্বান জানানো হবে (আপনিও যদি অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য মনে করেন তবে একটি ইমেইল করে দিন না আমাদের!) ।Die Blogger sind eingeladen, unserem Team von über 100 freiwilligen Autoren beizutreten (wenn Sie Interesse haben, schicken Sie den Redakteuren eine E-Mail).
25গত অক্টোবর থেকে এখন পর্যন্ত আমাদের লেখকদের পোস্টের সংখ্যা ২০% বৃদ্ধি পেয়েছে।Von Oktober bis Januar ist die Zahl der Artikel um 20% gestiegen!
26আসন্ন নতুন প্রকল্পগুলোNeue Projekte
27আমাদের রাইজিং ভয়েসেস কার্যক্রম সম্প্রতি জামাইকা, কেনিয়া, ইরান, মাদাগাস্কার এবং উরুগুয়ের পাঁচটি নতুন ব্লগিং প্রকল্পকে ক্ষুদ্র সহায়তা প্রদান করেছে।Unsere Rising Voices - Initiative hat gerade fünf Blog-Projekte in Jamaika, Kenia, Iran, Madagaskar und Uruguay ausgewählt und finanziell unterstützt.
28প্রথম রাউন্ডে সহায়তা পাওয়া পাঁচটি প্রকল্প যেগুলো বাংলাদেশ, বলিভিয়া, কলম্বিয়া, ভারত এবং সিয়েরা লিয়নে চলছে ইতিমধ্যে সাফল্য লাভ করেছে।Im ersten Durchgang waren Projekte aus Bangladesh, Bolivien, Kolumbien, Indien und Sierra Leone gefördert worden.
29রয়টার্সের সহায়তায় গ্লোবাল ভয়েসেস একজন পরিবেশ সম্পাদক, জুলিয়ানা রটিচ এবং একজন নতুন ভিডিও এডিটর জুলিয়ানা রিন্কন পারা কে নিয়োগ দিয়েছে (অবশ্য জুলিয়ানা নাম হওয়াটা চাকুরির বিজ্ঞাপনে যোগ্যতা হিসেবে উল্লেখিত ছিলনা)।Mit Unterstützung von Reuters hat Global Voices eine Umweltredakteurin ernannt, Juliana Rotich, eine neune Video-Redakteurin, Juliana Rincón Parra (der Vorname Juliana war keine zwingende Voraussetzung für die Jobs).
30এই দুই সম্পাদক ওই দুই বিষয়ে বিশ্বব্যাপী আমাদের কাভারেজ বাড়াবেন।Diese beiden Redakteurinnen werden unsere Abdeckung dieser Themen weltweit ausbauen.
31গ্লোবাল ভয়েসেস রয়টার্সের সাথে যৌথভাবে কাজ করবে একটি নতুন প্রকল্পে যার মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিশ্বব্যাপী ব্লগাররা কি মন্তব্য করছেন তা তুলে ধরা হবে।Global Voices wird in Zusammenarbeit mit Reuters auch ein Projekt betreiben, das die globalen Äußerungen in Blogs zu der US-Präsidentschaftswahl sammeln wird.
32এগুলো হচ্ছে গ্লোবাল ভয়েসেসের কমিউনিটি থেকে ২০০৮ সালে উল্লেখযোগ্য যেসব কার্যক্রম চলবে তার কিছু ধারনা।Dies sind nur einige er spannenden Projekte, die 2008 auf Global Voices zukommen.
33আমাদের পাঠক, ব্লগার, অনুবাদক, উদ্ভাবক এবং সাথীদের জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা।Ich wünsche allen Lesern, Bloggern, Übersetzern, Innovatoren und Unterstützern ein frohes neues Jahr.
34- সোলানা লারসেন।Geschrieben von Solana Larsen.