Sentence alignment for gv-ben-20141014-45202.xml (html) - gv-deu-20140923-24645.xml (html)

#bendeu
1‘নুহ গুহ দে’ প্রচারাভিযানটি জ্যামাইকাকে এমন এক স্থানে পরিণত করতে চায়, যেখানে মেয়েদের প্রতি যৌন নির্যাতন কখনও মেনে নেয়া হবে নাJamaika soll durch die “Nuh Guh Deh” Kampagne ein Ort werden, an dem sexueller Missbrauch an Mädchen niemals toleriert wird
2জ্যামাইকার কিংস্টনে স্থানীয় সম্প্রদায়ের পরিচালিত স্কুলের একটি আউটডোর ক্লাসের কিছু শিক্ষার্থী। ছবিঃ জাতিসংঘ।Kinder in einer Klasse in Kingston Jamaika, die für illegale Siedlungskinder von der örtlichen Gemeinde im Freien abgehalten wird.
3সিসি বাই-এনসি-এনডি ২. ০ লাইসেন্সের অধীনে ব্যবহৃত।Foto mit Nutzungerlaubnis der Vereinten Nationen, Benutzerlizenz: CC BY-NC-ND 2.0
4‘জীবনের জন্য মেয়েরা' নামের একটি বেসরকারি সংস্থা জ্যামাইকাতে নির্মম বাস্তবতা বদলে ফেলার চেষ্টা করছে। দেশটিতে বিপুল সংখ্যক কন্যা শিশু এই নির্মম বাস্তবতার শিকার হচ্ছে।Eve for Life, eine regierungsunabhängige Organisation aus Jamaika, versucht durch die sogenannte Kampagne “Nuh Guh Deh” (Geh da nicht hin) die unbarmherzigen Lebensumstände, mit denen viele junge Frauen konfrontiert sind, zu verändern.
5সংস্থাটি “নুহ গুহ দে” নামে ভাষান্তরিত শিরোনামে এ প্রচারাভিযান চালাচ্ছে। “নুহ গুহ দে” কথাটির অর্থ হচ্ছে “সেখানে যেওনা”।Das “deh” steht für den sexuellen Missbrauch von Mädchen und die weit verbreitete Ansicht einiger jamaikanischer Bürger, insbesondere der Männer, dass es vertretbar sei, Mädchen schon in sehr jungem Alter an Sex heranzuführen.
6এখানে “দে” বলতে তারা মেয়েদের প্রতি সংঘটিত যৌন নির্যাতনকে বোঝাচ্ছে।Junge Mädchen, die unter der Armutsgrenze leben, sind besonders anfällig dafür ausgenutzt zu werden.
7তাঁর সাথে সাথে “দে” বলতে এখানে কিছু সংখ্যক জ্যামাইকান জনগণের, বিশেষ করে পুরুষদের বিকৃত যৌন আচরণকেও বোঝানো হয়েছে।Oft werden sie in die Prostitution gelockt oder sie werden an “Sugar Daddies” verkuppelt, manchmal sogar von ihren eigenen Eltern oder Vormunden.
8কেননা জ্যামাইকান সমাজের কোথাও কোথাও অপ্রাপ্তবয়স্ক কন্যা শিশুদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করাকেও গ্রহণযোগ্য বলে মনে করা হয়।
9দরিদ্র সীমার নিচে বসবাসকারী মেয়েরা বিশেষ করে এ ধরনের পরিস্থিতির শিকার হওয়ার ক্ষেত্রে যথেষ্ট সংবেদনশীল।
10তাদেরকে প্রায়ই যৌন ব্যবসায় নামতে প্রলুব্ধ করা হয়।
11অথবা তারা যৌনপল্লীর দালালদের খপ্পরে পরে যায়।Im Gegenzug dazu wird ihnen finanzielle Unterstützung versprochen.
12কখনও কখনও তারা অর্থনৈতিক সাহায্যের প্রতিশ্রুতি পাওয়ার পরিবর্তে তাদের পিতা-মাতা বা অভিভাবকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে।Mit dem Beginn dieser Sensibilisierungskampagne hofft die regierungsunabhängige Organisation ein Bewusstsein für dieses Problem zu schaffen und somit die Zukunft der neuen Generation junger jamaikanischer Frauen zu sichern.
13সচেতনতামূলক এই প্রচারাভিযানটি শুরু করার মাধ্যমে এনজিওটি এ সকল বিষয় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে পারবে বলে আশা করছে। নতুন প্রজন্মের জ্যামাইকান মেয়ে শিশুদের সুরক্ষিত ভবিষ্যতের জন্য তারা এ প্রচারাভিযানের আয়োজন করেছেন।Die Bloggerin, Emma Lewis, verfolgt deren Bemühungen mit großer Aufmerksamkeit und möchte den im Oktober stattfindenden Internationalen Mädchentag der UN als Sprungbrett nutzen, um diesen misshandelten jungen Frauen noch mehr Mut zu machen, denn vielen von ihnen werden keine schulischen Möglichkeiten geboten, die einen Ausweg aus ihrem Dilemma bieten könnten.
14এমা লুইস নামের একজন ব্লগার তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।Lewis räumt ein, dass solche Lebensumstände nicht einzig auf jamaikanische Mädchen zutreffen:
15তিনি জাতিসংঘের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসকে এসব নির্যাতিত মেয়েদের আরও বেশি করে ক্ষমতায়নের জন্য একটি উপলক্ষ্য হিসেবে ব্যবহার করতে চান।
16কেননা তাদের মাঝে অনেকেই শিক্ষার সুযোগ পাচ্ছে না।In vielen Teilen der Welt werden Mädchen diskriminiert.
17আর একমাত্র শিক্ষাই তাদেরকে এই নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারে।
18লুইস স্বীকার করে নিয়েছেন যে জ্যামাইকান মেয়েদের জন্য এ ধরনের পরিস্থিতি কোন নতুন কিছু নয়ঃIn manchen Ländern werden sie gezwungen sehr früh zu heiraten […] wofür sie aber weder körperlich noch geistig bereit sind.
19বিশ্বের অনেক স্থানেই মেয়েরা নানাধরনের বৈষম্যের শিকার হন।In vielen Ländern sind Mädchen körperlichem und sexuellem Missbrauch ausgesetzt.
20কিছু কিছু দেশে তাদেরকে বাল্য বিবাহ […] করতে বাধ্য করা হয়।Millionen von Mädchen erleiden und erdulden bis zum fünfzehnten Lebensjahr genitale Verstümmelung (Beschneidung).
21যে বয়সে তারা শারীরিক এবং মানসিকভাবে বিয়ের জন্য মোটেও প্রস্তুত নয়, সে বয়সে তাদের বিয়ে দিয়ে দেয়া হয়।
22বিশ্বের অনেক দেশে মেয়েরা বিভিন রকম শারীরিক এবং যৌন নির্যাতনের শিকার হন।Viele werden zu Kinderarbeit und in den Menschenhandel gezwungen, um dann sexuell ausgenutzt zu werden.
23অনেক মেয়ে শিশু যথাযথ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হন। অনেককেই শিশু শ্রমে বাধ্য করা হয়।Der internationale Mädchentag richtet sein Augenmerk auf die Notwendigkeit gegen diese Problematik anzugehen, die Stärkung der Mädchen voranzubringen und um ihnen Menschengrundrechte gewährleisten zu können.
24অনেকেই যৌন নিপীড়ন এবং মানব পাচারের শিকার হন।Sie lobt die Arbeit, die Eve for Life macht.
25আন্তর্জাতিক কন্যা শিশু দিবসটি মূলত মেয়ে শিশুদের প্রতি ঘটে যাওয়া এসব নির্মমতাকে দূর করার, মেয়েদের ক্ষমতায়ন আরও বাড়ানো এবং তাদের মানবাধিকারগুলো পূরণ করার উদ্দেশ্য নিয়ে পালন করা হয়।
26‘জীবনের জন্য মেয়েরা' প্রচারাভিযানটি যেসব বিষয়ে কাজ করছে সেসব নিয়ে তিনি মন্তব্য করেছেন।Eve for Life unterstützt die am häufigsten ausgegrenzten Mädchen des Landes - junge, unverheiratete, HIV-postive Mütter und deren Kinder.
27তিনি বলেছেন, সংস্থাটি দেশের একেবারে প্রান্তিক পর্যায়ে বসবাসকারী কয়েকজন মেয়ে, তরুণী, অবিবাহিত এবং এইচআইভি ভাইরাসে আক্রান্ত মায়েদের এবং তাদের বাচ্চাদের নানাভাবে সাহায্য সহযোগীতা করছে।
28তাদেরকে এইডস বিষয়ে বিভিন্ন উপদেশ ও পরামর্শ প্রদান, সামাজিক সহযোগীতা এবং প্রশিক্ষণ প্রদান করে থাকেন।Die Organisation bietet ihnen AIDS-Beratung, Betreuung, soziale Unterstützung und Lehrgänge an und sie tritt für ihre Interessen ein.
29তাদের পক্ষ থেকে লুইস ব্যাখ্যা করেছেনঃLewis erklärt:
30সারা বিশ্বের এইচআইভি ভাইরাসে আক্রান্তদের মাঝে শতকরা ষাট ভাগেরও বেশি সংখ্যক হচ্ছে তরুণী।Sechzig Prozent aller weltweit mit HIV-infizierten Menschen sind junge Frauen.
31জ্যামাইকাতে ১৫ থেকে ২৪ বছর বয়সী ছেলেদের চেয়ে দ্বিগুণেরও বেশি সংখ্যক মেয়ে এইচআইভি ভাইরাসে আক্রান্ত […] দারিদ্র, বেকারত্ব, এইডস আক্রান্ত হওয়াকে কলঙ্ক হিসেবে বিবেচনা, বিভিন্ন রকম বৈষম্য এবং জীবনধারণ খরচ বাড়ার সাথে তাদের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।In Jamaika sind es mehr als zweimal so viele Frauen, in der Altersgruppe von 15-24, als unter den Männern […] Ihre Lebenslage ist normalerweise noch zusätzlich erschwert durch Armut und steigende Lebenskosten; Arbeitslosigkeit; Stigmatisierung und Diskriminierung; keinerlei Familienzusammenhalt; häuslicher Gewalt und sexuellem Missbrauch ( zunehmend); und in manchen Fällen auch Obdachlosigkeit.
32তাঁর পাশাপাশি পারিবারিক সহমর্মিতার অভাব; পারিবারিক এবং যৌন নির্যাতন (বেড়ে যাওয়া); এমনকি কিছু কিছু ক্ষেত্রে আশ্রয়হীনতার কারনেও তাদের অবস্থা আরও করুণ হয়ে পরেছে। সত্যি কথা বলতে ‘জীবনের জন্য মেয়েরা' প্রচারাভিযানটি সমাজের একটি বদ্ধমূল ধারণা নিয়ে জনসম্মুখে কাজ করতে শুরু করেছে।Die Tatsache, dass Eve for Life in aller Öffentlichkeit diese tief verwurzelte traditionelle Denkweise thematisiert hat und dass die Organisation sich einsetzt den Teufelskreis des Missbrauch zu durchbrechen, sollte auf lange Sicht den “Brauch,junge Mädchen ´anzumachen´ und sie dann an Sex heranzuführen, wenn sie noch viel zu jung dafür sind” stoppen:
33তারা এই নির্যাতন চক্রটির পরিবর্তন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।
34তাই “অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের যৌন কাজের ‘উপযোগী' করে তোলার চর্চাটি” বন্ধ করতে হলে এ পথে সংস্থাটিকে একটি দীর্ঘ পথ অতিক্রম করতে হবেঃ
35এই রীতিতে অধিক বয়সী পুরুষেরা এসব অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের যৌন কাজে ব্যবহার করে থাকেন। এমনকি কখনও কখনও জোরপূর্বক।Unter älteren Männern ist es Sitte, die sehr jungen Mädchen zum Sex zu drängen, manchmal auch mit Gewalt.
36যেহেতু তারা এখনও শিশু তাই এটি অবৈধ।Es sind immer noch Kinder.
37এটাই যৌন নিপীড়ন।Es ist sexueller Missbrauch.
38ফলে এসব শিশুদের বিভিন্ন মানসিক, আত্মিক এবং শারীরিক ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়।Es verursacht, geistiges, seelisches und körperliches Leid, ungewollte Schwangerschaften, Geschlechtskrankheiten und manchmal auch HIV.
39তারা অবাঞ্ছিত গর্ভধারণ, যৌন সম্পর্কের ফলে সঞ্চারিত রোগসংক্রমণ এবং কখনও কখনও এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে।
40তাই পুরুষদের বলছি, এগুলো বন্ধ করুণ!Männer, hört auf damit!
41কাকতালিয়ভাবে “নুহ গুহ দে” শিরোনামের প্রচারাভিযানটি আন্তর্জাতিক কন্যা শিশু দিবস অর্থাৎ ১১ অক্টোবর, ২০১৪ তারিখ রোজ শনিবারে দাপ্তরিকভাবে উদ্বোধন করা হয়।Der offizielle Start der “Nuh Guh Deh” Kampagne wird zeitgleich mit dem Aktionstag: Internationaler Mädchentag, am Samstag, dem 11.Oktober sein.