Sentence alignment for gv-ben-20080501-842.xml (html) - gv-deu-20080429-383.xml (html)

#bendeu
1মিশর: যখন ধর্ম আর রাজনীতি একসাথে ঘুমায়Ägypten: Wenn Religion mit der Politik ins Bett steigt
2মিশরীয় ব্লগার জেয়নোবিয়া তার সাম্প্রতিক এক লেখায় মিশরের পোপ তৃতীয় শেনুডাকে কড়া ভাবে সমালোচনা করেছেন এই বছরের তার ইস্টার উৎসবে প্রদত্ত ভাষণের জন্য:Die ägyptische Bloggerin Zeinobia attackiert Papst Shenouda III für seine diesjährige Osterpredigt.
3আমার এখনো দু:খ আর রাগ হয় যখন ভাবি পোপ শেনুডা এই ইস্টারে কি বলেছেন আর মোবারাকের দীর্ঘ জীবনের প্রার্থনা করেছেন!!Ich bin noch immer so traurig und wütend, dass Papst Shounda Ostern für Mubarak gebetet hat, damit er ein langes Leben habe (!).
4আর তার লোকদের সাবধান করে দিয়েছেন ইন্টারনেটে ধ্বংসাত্মক কথা শোনা থেকে বিরত থাকতে কারন তাদের জাহান্নামে পাঠানো হবে!!??Er warnte auch dessen Anhänger davor, auf die Vandale im Internet zu hören, die in die Hölle fahren werden !!?? […]
5তিনি আরো বলেছেন: কোন মুসলমান নেতার কাছ থকে এমনটি শোনা অবাস্তব কিছু নয়, আমি দীর্ঘদিন থেকে জানি যে ইমামের মসজিদে দেয়া বক্তৃতা নিরাপত্তা দপ্তর দ্বারা ছাড় দেয়া হয় প্রথমে, তাই তারা কি বলল তাতে আমরা বেশী গুরুত্ব দেই না, আর এটা বলার তো দরকার ই নেই যে ইসলামে ধর্মীয় নেতারা খ্রীষ্ট ধর্মীয় ব্যক্তির সমান ধর্মীয় মর্যাদা পায় না।Für die Muslime ist das nichts ungewöhnliches, ich weiß seit langem, dass sie Reden des Iman in der Moschee in unserer Nachbarschaft von der Staatssicherheit geprüft werden, darum interessiert mich kaum, was dort gesagt wird, ganz davon abgesehen, dass die religiösen Funktionsträger im Islam nicht als so heilig betrachtet werden wie im Christentum.
6কিন্তু পোপ শেনুডার মতো একজন তার অবস্থানে থেকে এই ধরনের ফালতু কথা বলে গেলেন ফেসবুকারদের সম্পর্কে যে তারা জাহান্নামে পুড়বে, তাহলে আমাদের অবশ্যই প্রতিবাদ করা উচিত। তিনি তার লেখা শেষ করেছেন এই বলে:Aber wenn jemand wie Papst Shounda daherkommt ,mit so einer Position, und Unsinn redet über Facebooker, die in die Hölle komme werden, dann braucht es Widerstand.
7আমার মনে হয় না যে পোপ বা আল- আজহার (বিশ্ববিদ্যালয়ের) শেখের এ নিয়ে কোন ওজর থাকতে পারে বরং আমি সাহস করেই বলব যে তাদের প্রেসিডেন্টকে ভয় না পেয়ে প্রভুকে ভয় পাওয়া উচিৎ।Es gibt keine Entschuldigung für den Papst oder Scheich Al-Azhar. Ich wage sogar zu behaupten, dass die nicht den Präsidenten fürchten sollten, sondern den HERRN.
8সাইবার এক্টিভিজম, ব্লগিং আর ফেসবুকের ব্যবহার সম্প্রতি মিশরীয় কর্মকতাদের নজরে এসেছে কারন অভিযোগ রয়েছে গত ৬ই এপ্রিল দেশব্যাপী এক ধর্মঘট যা মাহাল্লা শ্রমিকদের বিদ্রোহের সাথে মিলে গিয়েছিল তা অনলাইন থেকে শুরু হয়েছে।Cyberaktivismus, Bloggen und Facebook sind seit kurzen in Aufmerksamkeitsfeld der ägyptischen Regierung, seit dort ein nationaler Generalstreik am 6. April ausgerufen wurde, der mit einem Arbeiteraufstand in Mahalla zusammen fiel.
9বেশ কিছু ব্লগার আর ‘এপ্রিল ৬' নামে ফেসবুকের প্রতিষ্ঠাতাও ছিলেন ওইদিন আর পরবর্তী কয়েক দিনে কয়েক শত গ্রেপ্তারকৃত কর্মী, রাজনীতিবিদ আর পথিকদের মধ্যে।Unter den Festgenommenen an den Tagen nach den Protesten waren neben hunderten Aktivisten, Politikern und Passanten auch mehrer Blogger und Facebook-Nutzer.
10কিন্তু বাস্তবতা হল যে ফেসবুকের ওই দল ধর্মঘটটি করায় নি বরং শ্রমিকরা বেশী বেতন যার মাধ্যমে তারা ভালোভাবে বাঁচতে পারে তার দাবিতে করেছিল।Trotz allem war es nicht die Facebook-Gruppe, die zu dem Streik führte und die Arbeiter für höhere Gehälter auf die Straße brachte.