Sentence alignment for gv-ben-20121223-34333.xml (html) - gv-deu-20121223-13546.xml (html)

#bendeu
1দিল্লির গণধর্ষণের ঘটনায় সারা ভারতে ক্ষোভের সৃষ্টিGruppenvergewaltigung in Delhi erzürnt Menschen in ganz Indien [Alle Links dieses Posts führen auf englischsprachige Seiten]
2১৬ ডিসেম্বর তারিখে ভারতের রাজধানী দক্ষিণ দিল্লিতে এক চলন্ত বাসে ২৩ বছরের এক তরুণীকে উপর সংঘঠিত প্রহার এবং গণধর্ষণের ঘটনা সারা ভারতকে হতভম্ব এবং ক্ষুব্ধ করে তোলে।Nachdem am 16. Dezember 2012 einer 23-jährigen Frau in einem Bus auf der Fahrt nach Süd-Delhi die Kleider vom Leib gerissen worden waren, sie geschlagen und vergewaltigt worden war, ist Indien geschockt und empört.
3এই ঘটনার শিকার তরুণী এবং তার পুরুষ সঙ্গীকে লোহার রড দিয়ে পেটানো হয়, তারপর তাদের বাস থেকে ছুঁড়ে,দিল্লির মাহিপালপুর ফ্লাইওভারের নীচে আধা-উলঙ্গ অবস্থায় ফেলে রাখা হয়। এখন মারাত্মক আহত অবস্থায় মেয়েটি এখন হাসপাতালে অবস্থান করছে।Das Opfer und seine männliche Begleitung, der ebenfalls mit einem Eisenstab verprügelt wurde, wurden danach aus dem Bus geworfen und halbnackt in der Nähe der Überführung in Delhis Vorort Mahipalpur zurückgelassen.
4ঘটনার শিকার তরুণীটি এক ফিজিওথেরাপিস্ট এবং তার সঙ্গী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার,তারা একটি চলচ্চিত্র দেখে ফেরার পথে দ্বারকা নামক এলাকায় যাবার জন্য এক বিলাসবহুল ব্যক্তিগত বাস পায়, অভিযুক্ত বাস ড্রাইভার, সহ ছয়জন মিলে উক্ত তরুণীকে ধর্ষণ করে।Das Opfer, eine Physiotherapeutin, und ihre Begleitung, ein 28-jähriger Software-Ingenieur, waren nach einem Kinobesuch auf dem Heimweg als sie in den privaten Komfortbus stiegen, der in Richtung Dwarka fuhr. Der Busfahrer und sechs Andere vergewaltigten die Frau mutmaßlich in der Gruppe.
5পুলিশ বাসটিকে চিহ্নিত করেছে এবং ঘটনার সাথে জড়িত the bus and have চারজনকে গ্রেফতার করেছ।Die Polizei hat den Bus ausfindig gemacht und und vier Personen verhaftet.
6প্রতি বছর দিল্লিতে শত শত ধর্ষণের অভিযোগ দায়ের করা করা হয় এবং এই ধরনের অজস্র ঘটনার সংবাদ চেপে যাওয়া হয়।In Delhi werden jedes Jahr hunderte Vergewaltigungen angezeigt und noch einige Hundert mehr nicht gemeldet.
7ভারতে ধর্ষণকে নিষিদ্ধ বিষয় (ট্যাবু) হিসেবে দেখা হয়, যার ফলে এই ধরনের খুব কম ঘটনায় মামলা পর্যন্ত গড়ায়।Vergewaltigung ist in Indien ein Tabu-Thema, deshalb werden viele Fälle gar nicht zur Anzeige gebracht.
8এই ঘটনায় ভারতের রাজধানীর জন নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে ।Dieser Vorfall hat viele Fragen hinsichtlich der öffentlichen Sicherheit in der indischen Hauptstadt aufgeworfen.
9ঘটনাটি ভারতের আলোচিত এক বিষয়ে পরিণত হয় এবং বিষয়টি সংসদেও আলোচিত হয়েছে।Der Vorfall war das dominierende Gesprächsthema in der Stadt und ist auch im Parlament angesprochen worden.
10কিন্তু এই বিষয় নিয়ে বেশীর ভাগ আলোচনা হয়েছে স্যোশাল মিডিয়ায়।Am meisten Resonanz fand das Thema allerdings in den sozialen Medien.
11মুনমুন ঘোষের টুইটার স্ট্যাটাস সম্ভবত বেশীর ভাগ নাগরিকের হতাশাকে ধারণ করেছে:Moonmoon Ghosh's Twitter-Status zeigt die Frustration vielleicht am deutlichsten:
12@মুনইনএ্যানফিল্ড (মুন মুন ঘোষ): নারী হবার কারণে দিল্লিতে বাস করার ক্ষেত্রে আমি আতঙ্ক অনুভব করছি, #দেলহি, আসলে, পুরো ভারতবর্ষে।@mooninanfield (Moonmoon Ghosh): Es ist beängstigend als Frau in #Delhi.
13অসুস্থhttp://www.ndtv.com/article/citiesEigentlich in ganz Indien.
14দিল্লি স্লাটওয়ার্ক থেকে আসা প্রতিবাদ।Das ist doch krank. http://www.ndtv.com/article/cities
15ছবি রাহুল কুমার-এর।Poster vom Delhi Slutwalk.
16কপিরাইট ডেমোটিক্স-এর (৩০/০৭/২০১১)Foto von Rahul Kumar.
17টুইটারে আসা আরো কিছু প্রতিক্রিয়া:Copyright Demotix (30/07/2011)
18@ভানিতাজ: ডাক্তারের প্রদান করা সংবাদ অনুসারে দিল্লিতে ধর্ষণের শিকার তরুণীর অন্ত্র এবং গোপনাঙ্গ গুরুতর জখম হয়েছে ।Mehr Twitter-Reaktionen: @vanithaj: Ärzte berichten von schweren Verletzungen an Darm und Genitalien beim Vergewaltigunsopfer aus Delhi.
19মৃত্যুদণ্ড কি অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক বিচার?Ist für die Beschuldigten die Todesstrafe angemessen?
20না, তাদের গোপনাঙ্গ কেটে ফেলা উচিত।Nein, verletzt ihre Genitalien
21@অরবিন্দ কেজেরিওয়াল৭ (@অরবিন্দ কেজেরিওয়াল):২০১২ সালে দিল্লিতে ৬৩৫টি ধর্ষণের মামলা হয়েছে।@ArvindKejriwal7 (Arvind Kejriwal): 635 Vergewaltigungen wurden 2012 in Delhi angezeigt.
22এ ধরনের ঘটনায় এখন পর্যন্ত কেউ কি শাস্তি পেয়েছে?Ist bis jetzt jemand bestraft worden?
23না?Nein?
24এই বাস্তবতা কি এই ধরনের অপরাধকে উৎসাহ প্রদান করছে না?Ermutigt das nicht geradezu zu derartigen Verbrechen?
25যে কোন ধরনের ধর্ষণ মামলার সিদ্ধান্ত এক মাসের মধ্যে প্রদান করতে হবে।Jeder Vergewaltigungsfall sollte innerhalb eines Monats verhandelt werden
26@আনন্দমহিন্দ্রা (আনন্দ মহিন্দ্রা): দিল্লির গণধর্ষণের প্রতিক্রিয়ায় সঠিক মাত্রায় ক্ষোভ তৈরি হয়েছে।@anandmahindra (Anand Mahindra): Nach der Gruppenvergewaltigung in Delhi hat sich die richtige Menge Wut gebildet.
27এই ঘটনায় চাপ বজায় রাখার জন্য প্রচার মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার বিরামহীন ভাবে কাজ করে যেতে হবে।Medien&soziale Medien dürfen in ihren Forderungen nach Konsequenzen jetzt nicht nachlassen.
28@জাস্টিসফরওমেন: ধর্ষণ কেবল #দিল্লির সমস্যা নয়, #ভারতে প্রতিদিন এবং সকল স্থানে নারী ও তরুণীরা ধর্ষণের শিকার হচ্ছে-বিষয়টি জাতীয় পর্যায়ে মনোযোগের দাবিদার।@JusticeForWomen [Gerechtigkeit für Frauen]: #RAPE [Vergewaltigung] ist nicht nur in #DELHI ein Problem. Frauen und sehr junge Mädchen werden JEDEN TAG und ÜBERALL in #India vergewaltigt - Dieses Thema braucht NATIONALE Aufmerksamkeit.
29এ ওমেন ইন টুডেস ইন্ডিয়া উদ্বিগ্ন : ভারতে এ ধরনের ঘটনা এই প্রথম নয়, আর এটাই শেষ নয়!A Woman in Today's India [Eine Frau im Indien von Heute] ist wütend:
30আবার এই ধরনের ঘটনা ঘটবে, আবার ঘটবে, তারপর আবার ঘটবে, তারপর আবার, তারপর আবার, এক দিনে অজস্রবার ঘটবে।Dies ist nicht das erste Mal, dass das passiert. und es wird nicht das letzte Mal sein!
31দেবীর পূজা করা এক জাতি, যাদের বাসস্থানকে ভারত বলে অভিহিত করা হয়, তার সবটুকু এলাকা জুড়ে এই ঘটনা ঘটবে। [..]Es wird wieder, und wieder, und wieder passieren, mehrere Male am Tag, überall in dieser großen, eine Göttin verehrenden Nation namens Indien. [..]
32ভারতে ধর্ষণ সংঘঠিত হয়, কারণ আমরা বোধহীন।In Indien passieren Vergewaltigungen weil wir eine gleichgültige Nation sind.
33এন ইন্ডিয়ান হোমমেকার-এর অনেক প্রশ্ন রয়েছে:An Indian Homemaker [Eine Indische Hausfrau] hat viele Fragen:
34আপনাদের কাছে কি মনে হয়, কোন বিষয়টি দিল্লির এই ধর্ষণকারীদের নির্ভয় করে তুলেছে? [..]Was glaubt ihr macht diese Vergewaltiger in Delhi so furchtlos? [..]
35আপনি কি মনে করেন আমাদের সমাজ সত্যিকার অর্থে ধর্ষণকারীদের অপরাধী হিসেবে দেখে?Glaubt ihr unsere Gesellschaft hält Vergewaltiger tatsächlich für Schwerverbrecher?
36আমাদের মধ্যে অনেকে ধর্ষণকে অনেকটা এভাবে দেখে যে,ধর্ষণ তখন সংঘঠিত হয়, যখন ধর্ষণকারী নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না।Viele von uns scheinen Vergewaltigung für etwas zu halten, das passiert wenn ein Vergewaltiger sich nicht mehr beherrschen kann.
37দৃশ্যত, যৌন অপরাধীদের অপরাধ বিচারের ক্ষেত্রে আমাদের এক নিজস্ব বিচারিক আদর্শ রয়েছে, আর ধর্ষণকারীরা তা জানে।Es sieht so aus als hätten wir andere Standards für Sexualverbrecher, und Vergewaltiger wissen das.
38লক্ষী চৌধুরী লিখেছে :Lakshmi Chaudhry schreibt:
39প্রতিবার এক উত্তেজনাপূর্ণ ধর্ষণের ঘটনা সংবাদ শিরোনাম হয়ে আসে। প্রতিবার একজন রাজনীতিবিদ তার মুখ খোলে, এটা অন্য এক ভারতে স্বাগত না জানানোর মত এক ঘটনার স্মরণ, আমাদের ধীরে চলা ভারতে, আরো বিপজ্জনক এক জোড় যা একগুয়ের মত এগিয়ে যেতে এবং পরিবর্তিত হতে চায় না।Jedes Mal wenn eine aufsehenerregende Vergewaltigung die Schlagzeilen bestimmt, jedes Mal, wenn ein Politiker oder eine Politikerin ihren Mund aufmacht, erhalten wir eine unliebsame Erinnerung an das andere Indien, an unseren langsameren, gefährlicheren Zwilling, der sich dickköpfig weigert zu wachsen und sich zu ändern.
40এই বিষয়টিও অখণ্ডনীয় এক প্রমাণ যে আমাদের এই জগৎ পুরোপুরি বাস্তব নয়, যা কেবল নিজস্ব অবস্থানে অস্তিত্ব তৈরি করা সতর্ক প্রহরার বুদবুদ যা নিরাপত্তার বিভ্রান্তিতে তৈরি।Es ist auch der unwiderlegbare Beweis dafür, dass unsere Welt nicht ganz real ist, dass sie nur in der sorgsam behüteten Seifenblase unseres falschen Sicherheitsgefühls existiert.
41এটি এমন এক বুদবুদ যা কিনা আরেকটি ভারতের ইচ্ছায় ভেঙ্গে পড়বে, আমরা যাকে আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের থেকে বিচ্ছিন্ন করে রাখি।Einer Seifenblase die ganz leicht von diesem anderen Indien, gegen das wir uns mit allen Kräften abzuschotten versuchen, zum Platzen gebracht werden kann.
42দিল্লি স্লাটওয়াক-এ পুরুষরা অংশগ্রহণ করেছেI ছবি রাহুল কুমার।Männliche Teilnehmer des Delhi Slutwalk. Foto von Rahul Kumar.
43কপিরাইট ডেমোটিক্সেরCopyright Demotix
44রিতু ললিত, সোশ্যাল একটিভিস্ট, আইন প্রণেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি খোলা চিঠি পোস্ট করেছে।Ritu Lalit postet einen offenen Brief an soziale Aktivisten, Gesetzgeber und Gesetzesvollstrecker.
45তার এক সারাংশ:Ein Auszug:
46আমাদের দেশের প্রকৃত নিপীড়িতদের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, আমাদের নারীদের প্রতি।Ich möchte hiermit Ihre Aufmerksamkeit auf die Unterdrückten dieses Landes richten, unsere Frauen.
47আমাদের দেশের নারীদের উপর সংঘঠিত অত্যাচার কেন আপনাদের নজর এড়িয়ে যায়?Wie konnte die Zwangslage unserer Frauen Ihrer Aufmerksamkeit entgehen?
48কেন আপনারা তাদের মান রক্ষার্থে এগিয়ে আসতে পারেন না?Warum setzen Sie sich nicht mit aller Macht für sie ein?
49আপনাদের মাঝে উল্লেখযোগ্য নারী হচ্ছেন জাতীয় ব্যক্তিত্ব, আর তারা এমন কিছুর খেয়ালে আছেন যা ২০০২ সালে ঘটেছে!Die sichtbarsten Personen in Ihren Reihen sind Frauen und die regen sich über etwas auf das 2002 passiert ist!
50দি প্রেগন্যান্ট থটস মন্তব্য করেছে :The Pregnant Thought [Der tragende Gedanke] meint:
51দিল্লির ধর্ষণের ঘটনার জন্ম গতকাল নয়।Die Vergewaltigunskultur in Delhi ist nicht erst gestern entstanden.
52এটা আমাদের আইনের শাসন না থাকার ঘটনাকে বাড়াতে দেওয়ার ফলে সৃষ্ট অবৈধ সন্তান।Sie ist der Bastard unseres grenzenlosen Wachstums. Nicht Delhi hat versagt.
53দিল্লি ব্যর্থ হয়নি, ব্যর্থ হয়েছি আমরা।Wir haben versagt.
54এই বিষয়ে আমাদের কঠিন আইন রয়েছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ নেই।Wir haben strenge Gesetze aber keine richtige Vollstreckung.
55আরো কঠিন আইনের বদলে আমাদের আরো উন্মুক্ত এক সংস্কৃতি দরকার।Mehr noch als strengere Gesetze brauchen wir eine offenere Kultur.
56এটা আসলে কি ধরনের সংস্কৃতি যেখানে যৌনতা একটা খারাপ শব্দ, আর ধর্ষণ হচ্ছে নিয়ম ।Was ist das für eine Kultur, in der Sex ein böses Wort und Vergewaltigung die Norm ist.
57এই বিষয়টি উপলব্ধি করার জন্য আমাদের কি প্রয়োজন যে, “একটি বিষয়কে বোঝার জন্য, তাকে উপলদ্ধির করা প্রয়োজন”।“Um ein Thema anzugehen, muss man ihm auf den Grund gehen”, wie schwer ist es das zu verstehen.
58জেগে উঠুন, উন্মুক্ত হোন!Wacht auf. Macht auf!