Sentence alignment for gv-ben-20120426-25596.xml (html) - gv-deu-20120515-8305.xml (html)

#bendeu
1পানামাঃ দরিদ্ররা বিস্মৃত হয়নি, আর এর জন্য অনলাইন ভিডিওকে ধন্যবাদPanama: Arm aber nicht vergessen dank Onlinevideos
2পানামার কোলন নামক স্থানের কাছে অবস্থিত কোকো সোলো একসময় ছিল পানামা খাল এলাকায় যুক্তরাষ্ট্র নৌ-বাহিনীর ডুবোজাহাজের ঘাঁটি।Coco Solo war einmal ein U-Boot-Stützpunkt der United States Navy in der Panamakanalzone nahe Colón, Panama.
3আজ, কোকো সোলো হল কিছু দরিদ্রতম ও পানামার সবচেয়ে প্রান্তিক নাগরিকদের বাসস্থান।Heute ist Coco Solo das Zuhause [en] einiger der ärmsten und marginalisiertesten Panamaer.
4২০০৮ সালে রয়টার্স, কোকো সোলোর “দারিদ্য ও ক্ষয়” সম্পর্কে একটি কাহিনী প্রকাশ করে। যেখানে জন ম্যাককেইন-এর ( ২০০৮ সালের যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী) জন্ম:Im Jahr 2008 veröffentlichte Reuters [en] einen Artikel über „die Armut und den Verfall“ in Coco Solo, dem Geburtsort von John McCain, dem damaligen republikanischen Präsidentschaftskandidaten:
5ম্যাককেইন-এর জন্ম ১৯৩৬ সালে, কোকো সোলোর যুক্তরাষ্ট্র পরিচালিত এলাকার ডুবোজাহাজ ঘাঁটিতে, যেখানে তার পিতা নৌবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন।McCain wurde 1936 im Coco Solo U-Boot-Stützpunkt in einem von der USA kontrollierten Gebiet in Panama geboren, wo sein Vater als Marineoffizier arbeitete.
6এখন, শহরের শিশুরা খোলা নর্দমার পাশে খেলে, যেগুলো এই ঘাঁটি ও সেখানকার বৃহৎ গৃহসমুহকে ঘিরে নির্মাণ করা হয়েছিল। এই সব গৃহ একসময় এখানে কর্মরত আমেরিকান নাগরিকদের পরিবারসমূহের বাসস্থান ছিল।Heute spielen Kinder in der Stadt, die um den Stützpunkt herum gebaut wurde, neben offenen Abwasserkanälen, und große Häuser, die einst von amerikanischen Diplomatenfamilien bewohnt wurden, liegen verlassen und von Schutt übersät da.
7এখন তা পরিত্যাক্ত এবং এর এখানে সেখানে কিছু ধ্বংসপ্রাপ্ত ভবনের টুকরা স্তুপ হয়ে আছে ।
8একঘেয়েমিতে আক্রান্ত যুবকের এখানে অনাবৃত শরীরে চারদিকে ঘুরে বেড়ায়, তাদের শরীরে দলের উল্কি আঁকা, যে উল্কি তাদের হাতে খুন হওয়া মানুষের সংখ্যা তুলে ধরে।Gelangweilte junge Männer schlendern oben ohne herum und stellen ihre Gang-Tattoos zur Schau, die prahlerisch verkünden, wie viele Menschen sie schon umgebracht haben.
9এক সময় যা ছিল সফটবল খেলার মাঠ, এখন তা লম্বা লম্বা ঝোপে ভর্তি।Gebiete, die einst Softballfelder waren, sind jetzt von Gras überwuchert.
10প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়েছে:Im Bericht heißt es weiter:
11১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে পানামা ক্রমান্বয়ে ঘাঁটি ও খালের অবশিষ্ট অংশের নিয়ন্ত্রণ ফিরে পেতে শুরু করে। পরে কোকো সোলোকে বিশাল কন্টেইনারের টার্মিনালে রূপান্তর করা হয়, যা মানযানিললো নামে পরিচিত।Seit einem Abkommen mit den USA im Jahr 1977 hat Panama allmählich wieder die Kontrolle über den Stützpunkt und den Rest der Kanalzone übernommen und Coco Solo wurde in ein riesiges Containerterminal namens Manzanillo umgebaut.
12১৯৯৯ সালে ওয়াশিংটন, পানামার কাছে তার সর্বশেষ ঘাঁটি হস্তান্তর করে।1999 übergab Washington seinen letzten Stützpunkt an Panama.
13কিন্তু রয়টার্সের এই বিবরণ ছাড়াও, কোথাও কোথাও কোকো সোলো সম্বন্ধে সামান্য উল্লেখ করা হয়েছে।Außer diesem Artikel von Reuters wurde jedoch bis jetzt nur sehr wenig über Coco Solo berichtet.
14অনলাইন প্রচার মাধ্যমে প্রাপ্ত কয়েকটি অনলাইন ভিডিও হচ্ছে এমন অল্প কিছু উপাদান, যেগুলোতে এই সম্প্রদায়ের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে:Onlinevideos sind einige der verfügbaren Onlinemedien, welche das Leben in dieser Gemeinschaft zeigen.
15একটি সংগঠন যা প্রায়শই কোকো সোলো সম্বন্ধে ভিডিও আপলোড করে তার নাম “কাম্বিও ক্রিয়েটিভো” (সৃষ্টিশীল পরিবর্তন),Eine der Organisationen, die häufig Videos von Coco Solo veröffentlicht, ist Cambio Creativo [en] (“Kreativer Wandel”),
16একটি শিক্ষামূলক প্লাটফর্ম রয়েছে যা চিন্তা এবং দক্ষতা বিনিময়ের মাধ্যমে জটিল চিন্তাধারা, দৃঢ়তা এবং সব-অভিব্যক্তির মত বিষয় সবার সমানে তুলে ধরে।eine pädagogische Plattform, die kritisches Denken, Zielstrebigkeit und Selbstentfaltung durch den Austausch von Ideen und Fähigkeiten fördert.
17কোকো সোলোতে (কোলন,পানামা) একদল বিজ্ঞ পরামর্শদাতা ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বিনিময়ের সুবিধার্থে আমরা একটি জায়গা করে দিয়েছি।Wir stellen einen Raum für einen gegenseitigen Austausch zwischen einer Gruppe von Mentoren und Schülern in Coco Solo (Colón, Panama) bereit.
18কোলন, পানাম সিটি এবং বিদেশ থেকে আসা বিজ্ঞ পরামর্শদাতাদের দ্বারা প্রতিমাসে আন্তবিভাগীয় কর্মশালা পরিচালিত হয়।Monatlich werden interdisziplinäre Workshops von Mentoren aus Colón, Panama-Stadt und aus dem Ausland geleitet.
19আমাদের বিশ্বাস করি যে জ্ঞান, সৃজনশীলতা এবং ইতিবাচক অভিজ্ঞতার প্রেরণার মাধ্যমে, অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বিকল্প কিছু খুঁজে পাবে।Wir sind davon überzeugt, dass die Teilnehmer durch das Stimulieren von Wissen, Kreativität und positiven Erfahrungen Alternativen für ihre eigene soziale und wirtschaftliche Entwicklung finden werden.
20ছবি কাম্বিও ক্রিয়েটিভোর ওয়েবসাইট থেকে নেওয়া, অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছেFoto von der Website von Cambio Creativo, Verwendung mit Genehmigung.
21দুই বছর আগে, কাম্বিও ক্রিয়েটিভোর অন্যতম প্রতিষ্ঠাতা রোজ ক্রমওয়েল, কোকো সোলোর বিষয়ে করা চলচ্চিত্রকার এরিক সউসেনিন এর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র আপলোড করেন।Vor zwei Jahren veröffentlichte Rose Cromwelder, Mitgründerin von Cambio Creativo, einen kurzen Dokumentarfilm vom Filmemacher Eric Soussanin.
22সংবাদ ওয়েবসাইট লাতিনা লিস্টার মারিসা ত্রেভিনিও তথ্যচিত্রটির একটি সারাংশ প্রদান করেন এবং লিখেন:Marisa Treviño von der Nachrichten-Website Latina Lista [en] teilt einen Auszug aus dem Dokumentarfilm [en] und schreibt [en]:
23কোকো সোলোতে যেসব নারী, পুরুষ এবং শিশু বাস করে, তাদের পানামার সমাজের এমন একজন হিসেবে বর্ণনা করা হয়। যারা এই অনুভূতিতে জীবনের আশা ত্যাগ করেছে যে তারা এখন বিস্মৃত।Die Männer, Frauen und Kinder, die in Coco Solo leben, werden als Menschen beschrieben, die das Leben aufgegeben haben, weil sie das Gefühl haben, vergessen worden zu sein.
24তারপরেও, কোকো সোলোর মানুষদের দুর্গতি সম্পর্কে সংক্ষিপ্ত এক তথ্যচিত্র নির্মাণ নিশ্চিত করেছে যে তাদেরকে ভুলে যাওয়া হয়নি এবং বিশ্ব তাদের সম্পর্কে জানে।Aber ein Dokumentarfilm über die Notlage der Leute aus Coco Solo sorgt dafür, dass sie nicht vergessen werden und die Welt von ihnen erfährt.
25বিভিন্ন কর্মশালার মাধ্যমে কাম্বিও ক্রিয়োটিভো এই সম্প্রদায়ের তরুণদের সাথে কাজ করে যাচ্ছে।Cambio Creativo arbeitet mit den Jugendlichen dieser Gemeinschaft in verschiedenen Workshops.
26ক্রমওয়েল, একটি ফটোগ্রাফি কর্মশালা বিষয়ে ব্লগ লিখেছেন যা জানুয়ারী ২০১২-তে অনুষ্ঠিত হয়েছিল।Cromwell bloggt [es] über einen Fotografie-Workshop, der im Januar 2012 stattgefunden hat.
27মাথা ঘামানোর অধিবেশন যুক্ত একটি ভিডিও তিনি আমাদের প্রদর্শন করেছেন:Sie teilt ein Video einer Brainstorming-Sitzung:
28ক্যাম্বিও ক্রিয়োটিভো সাইটের উদ্যোগে ছাত্রদের তোলা ছবি প্রদর্শনীর আয়োজন করা হয় এবং একটি অনলাইন গ্যালারির [স্প্যানিশ ভাষায়] মাধ্যমে সেগুলো বিক্রি করা হয়।Die Fotos der Schüler und Schülerinnen werden in einer Onlinegalerie [en] ausgestellt und verkauft, welche von Cambio Creativo betrieben wird.
29এই সমস্ত ছবি বিক্রয়ের টাকা সরাসরি তরুণ শিল্পীদের হাতে প্রদান করা হয়।Das Geld aus dem Verkauf dieser Bilder geht direkt an die jungen Künstler.
30কোকো সোলোর তরুণদের সাথে কাজ করা ক্যাম্বিও ক্রিয়েটিভোর কর্মী এবং স্বেচ্ছাসেবকদের তৈরী করা আরো ভিডিও আপনারা রোজ ক্রমওয়েল এর ভিমিও-র পাতায় গিয়ে দেখতে পারেন, যার মধ্যে নীচের “বডি প্রেশাস” নামক অংশ যুক্ত রয়েছে:Auf der Vimeo-Seite [es] von Rose Cromwell kann man noch mehr Videos der Mitarbeiter und Volontäre von Cambio Creativo bei der Arbeit mit Jugendlichen in Coco Solo anschauen, z.B. ein Video eines “Body Percussion”-Kurses.