# | ben | deu |
---|
1 | হান্গেরী: বন্যার উপর তৈরি করা ব্লগারদের ছবি ও ভিডিও সংবাদ | Ungarn: Fotos und Videos von Bloggern dokumentieren die Flut |
2 | গত সপ্তাহে মধ্য ও পূর্ব ইউরোপে যে বন্যা শুরু হয়েছে তা এখনো শেষ হয়নি। | Die Flut, die in den vergangenen Wochen Zentral- und Osteuropa beschäftigte, ist noch nicht vorüber. |
3 | হান্গেরীর এক সংবাদ সংস্থা এমটিআই, তারা এক সংবাদে জানায় যে, ১৫ মে তারিখে নদীর তীর জুড়ে ৯৩০ কিলোমিটার পর্যন্ত সাময়িক বাঁধ রক্ষার ব্যবস্থা করা হয়, এর জন্য ৩. | Die ungarische Nachrichtenagentur MTI berichtete, dass seit dem 15. Mai auf insgesamt 930km Uferlinie temporäre Schutzmaßnahmen eingerichtet wurden, 3,6 Millionen Sandsäcke wurden verwendet und weitere Hilfe der EU wurde angefragt. |
4 | ৬ মিলিয়ন বালুর বস্তা ব্যবহার করা হয় এবং এর জন্য দেশটি ইউরোপীয় ইউনিয়ন-এর কাছে ইইউ গণ নিরাপত্তা পদ্ধতি (ইইউ সিভিল প্রটেকশন মেকনিজম) নামক সাহায্যের আবেদন জানিয়েছে। | |
5 | অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, জার্মানী এবং নেদারল্যান্ড, হান্গেরীকে ২. | Ungarn wurden 2,12 Millionen Sandsäcke von Österreich, Kroatien, Tschechien, Dänemark, Deutschland und den Niederlanden angeboten. |
6 | ১২ মিলিয়ান বালুর বস্তা প্রদান করার অঙ্গীকার করেছে। | Blogger machten in der Nähe ihrer Wohnorte Fotos von der Naturkatastrophe. |
7 | ব্লগাররা তাদের বাড়ির চারপাশ থেকে বন্যায় আক্রান্ত এলাকার ছবি তুলেছে। | |
8 | এদের একজন সিজিকসোজো শহরের বেজসফ্ট। সিজিকসোজো উত্তর হান্গেরীর একটি শহর। | Einer von ihnen war Basesoft aus Szikszó, eine Stadt im Norden Ungarns. |
9 | বেজসফ্ট তার ব্লগে (হান্গেরী ভাষায়) একটি মন্তব্যে লিখেছে (হান্গেরীয় ভাষায়) যা এই সমস্ত ছবি সবচেয়ে খারাপ পরিস্থিতি প্রদর্শন করছে না কারণ এরপর সেই সমস্ত ব্লগারদের আর ছবি তোলার মত পরিস্থিতি ছিল না। | Er hat in seinem Blog (HUN) einen Kommentar (HUN) geschrieben, dass die Fotos nicht die schlimmsten Momente zeigen, da sie nicht die Zeit hatten, dann noch Fotos zu machen. |
10 | ছবি বেজসফ্টের সৌজন্যে | Foto mit freundlicher Genehmigung von Basesoft |
11 | জাসল্ট সেজেনটিরমাই একই ঘটনার উপর ধারাবাহিকভাবে বেশ কিছু ছবি প্রকাশ পোস্ট করেছে যা সাটোরালজাউজেলির বন্যার উপর তোলা। | Zsolt Szentirmai zeigt eine Fotoserie der Flut in Sátoraljaújhely, ebenfalls im Norden Ungarns, nahe der slowakischen Grenze. |
12 | এই এলাকাটিও উত্তর হান্গেরীতে অবস্থিত। এটি স্লোভাক সীমান্তের কাছের এক এলাকা। | HL von Heréd (HUN) schrieb drei mal (HUN, hier, hier und hier), und Zeigte Bilder der Flut und der Schutzmaßnahmen. |
13 | হেরেড (হান্গেরীয়) থেকে এইচএল তিনটি লেখা পোস্ট করেছে (হান্গেরীয় ভাষায়, এখানে, এখানে এবং এখানে) যেগুলোতে তিনি বন্যার ছবি ও বন্যা নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত কাজ করা হয়েছে তার ছবি যুক্ত করেছেন। | |
14 | এই লেখায় ছবি এবং স্বল্প দৈর্ঘ্য ভিডিও প্রদর্শন করা হয়েছে, এর প্রথম খণ্ডে এমন এক অংশ রয়েছে যাকে ট্রান্সদানিয়ুব বলে অভিহিত করা হয়, এবং দেশটির উত্তরে যে সমস্ত পাহাড় রয়েছে সেখানে ২০ থেকে ৬০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছিল। | Dieses Video zeigt ebenfalls Bilder und kurze Clips und berichtet im ersten Teil , dass es in es in einer Region namens Transdanubia und den Bergen im Norden des Landes 20-60mm geregnet hat, an manchen Stellen sogar 86mm. |
15 | কোন কোন এলাকায় ৮৬ মিলিমিটার বৃষ্টি পড়েছে। | Die kurzen Videos zeigen Regionen, die besonders stark von der aktuellen Flut betroffen sind. |
16 | এই সমস্ত সংক্ষিপ্ত ভিডিওতে দেশটির সেই সমস্ত এলাকাকে তুলে ধরা হয় যেগুলো এই বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। | Bantabas, der das Video zusammengestellt hat, ergänzt in der Beschreibung und auf manchen der Bilder, dass alle Zuschauer helfen sollen, wo sie können. |
17 | বনাটাবাস, যিনি এই ভিডিও দৃশ্য ধারণ করেছেন, তিনি এর সাথে এবং কিছু ছবির ক্ষেত্রে বর্ণনা যুক্ত করেছেন, যারা এই ভিডিওটি দেখেছে তারা যেখানে থাকুক না কেন, যেন এই বিষয়ে সাহায্য করতে এগিয়ে আসে। | |