Sentence alignment for gv-ben-20121025-32281.xml (html) - gv-deu-20121008-11870.xml (html)

#bendeu
1তুর্কী: সিরিয়ার সাথে যুদ্ধের বিপক্ষে ইস্তাম্বুলে হাজারো জনতার প্রতিবাদTürkei: Tausende protestieren in Istanbul gegen Krieg gegen Syrien
2সিরিয়ার সরকারী বাহিনী কর্তৃক পাঁচজন বেসামরিক তুর্কী নাগরিককে হত্যার জবাবে তুর্কী সামরিক বাহিনী সিরিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।Alle Links in diesem Beitrag führen zu englischsprachigen Webseiten. Das türkische Militär hat syrische Ziele angegriffen als Antwort auf die Tötung fünf türkischer Zivilisten durch syrische Regierungstruppen.
3প্রধানমন্ত্রী তাইপ এরডোগানের কার্যালয় থেকে এই হামলার পর পরই একটি বিবৃতি প্রচার করা হয়, এই বলে যে:Das Büro des Premierministers Tayyip Erdogan veröffentlichte gleich darauf eine Erklärung, in der mitgeteilt wurde:
4সীমান্ত এলাকায় আমাদের সামরিক বাহিনী যুদ্ধের নিয়মানুযায়ী তৎক্ষণাৎ ঐ ন্যাকারজনক হামলার জবাব দিয়েছে; লক্ষ্য ছিল রাডারের মাধ্যমে সনাক্ত করা সিরিয়ার ঐ স্থানগুলোতে মেশিনগানের দ্বারা হামলা চালানো।Unsere Armee in der Grenzregion reagierte sofort auf diesen grässlichen Angriff in Übereinstimmung mit den Einsatzregeln; Ziele in Syrien wurden durch Radar identifiziert und durch Artilleriefeuer getroffen.
5তুর্কী আইনসভায় একটি বৎসরব্যাপী আলোচিত আদেশ পাস হয় সীমান্ত পার করে সেনাবাহিনীর কার্যক্রমকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে।Das türkische Parlament verabschiedete ein einjähriges Mandat, welches grenzüberschreitende Militäraktionen erlaubt.
6৫৫০টি আসন বিশিষ্ট তুর্কী আইনসভায় ৩২০টি ভোটে এই প্রস্তাবনাটি পাশ হয়।Der Antrag wurde mit 320 Stimmen des aus 550 Sitzen bestehenden türkischen Parlaments angenommen.
7তুর্কী উপপ্রধানমন্ত্রী একটি বিবৃতিতে বলেছেন যে, সিরিয়ায় সেনাবাহিনীর ব্যবহারের এই আনুষ্ঠানিক আদেশ একটি যুদ্ধের ঘোষণার সমান নয়, প্রতিরোধ ব্যবস্থা মাত্র।Der stellvertretende Premierminister der Türkei sagte in einer Erklärung, dass die Gewaltanwendung in Syrien nicht einer Kriegserklärung gleichkommt, sondern als Präventivmaßnahme gesehen wird.
8তুর্কী প্রধানমন্ত্রী একটি বিবৃতিতে এ কথা সমর্থন করে বলেন:Diese wurde ergänzt durch eine Erklärung des türkischen Premierministers, der sagte:
9আমরা সবাই এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা চাই।Alles, was wir in dieser Region wollen, ist Frieden und Sicherheit.
10আমাদের যুদ্ধ শুরু করার কোন ইচ্ছে নেই।Wir haben nicht die Absicht, einen Krieg zu beginnen.
11আমরা আফগানিস্তান ও ইরাক যুদ্ধের ফলাফল ও পরিণতি সম্বন্ধে সচেতন… আমরা সিরিয়াতেও একই ব্যপার দেখতে পাচ্ছি।Wir sind uns der Ergebnisse und Konsequenzen des Krieges in Irak und Afghanistan bewusst … wir sehen das gleiche in Syrien.
12সিরিয়ার রাষ্ট্র চালিত সংবাদ সংস্থা (এসএএনএ) এই বলে একটি তৎক্ষণাৎ বিবৃতি প্রকাশ করে যে, সিরিয়ান কর্তৃপক্ষ মৃতব্যক্তিদের পরিবারগুলোর এবং তুর্কী জনগন্দের প্রতি আন্তরিকভাবে শোকপ্রকাশ করছে।Die staatliche syrische Nachrichtenagentur (SANA) veröffentlichte sofort eine Erklärung, in der syrische Beamte den Familien der Toten und dem türkischen Volk ihr Beileid übermittelten.
13৫০০০ এর অধিক বিক্ষোভকারী সিরিয়ার সাথে সম্ভাব্য যুদ্ধের বিরোধিতা করে ইস্তাম্বুলের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন।Mehr als 5.000 Demonstranten gingen in Istanbul gegen einen möglichen Krieg gegen Syrien auf die Straße.
14বৃহস্পতিবার রাতে, একে পার্টির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়, বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিল,Am Donnerstagabend wandte sich die Demonstration gegen die AKP, die Demonstranten sangen:
15একেপি চায় যুদ্ধ, জনগণ চায় শান্তি।Die AKP will Krieg, die Menschen wollen Frieden.
16যুদ্ধ নয়, এই মুহুর্তে শান্তি চাই।Nein zum Krieg, Frieden jetzt sofort.
17চেরিন অ্যাতাল্লা বিক্ষোভ থেকে এই ছবিটি টুইট করেছেন, যেখানে পড়া যাচ্ছে “সিরিয়ায় নাক গলাবে না”:Cherine Atalla twitterte dieses Bild von der Demonstration, welches heißt: “Hände weg von Syrien”:
18ইস্তাম্বুলে যুদ্ধ বিরোধী বিক্ষোভে একটি প্রতীকী চিহ্ন যেখানে বোঝা যাচ্ছে সিরিয়ায় নাক গলাবে না, @চেরিন_৮৯ প্রকাশ করেছেন, অনুমতি সাপেক্ষে পুন:প্রকাশ করা হল।Ein Schild bei der Antikriegsdemonstration in Istanbul, welches heißt: “Hände weg von Syrien”, geteilt von @Cherine_89 bei Twitter. Verwendet mit Genehmigung.
19তুরস্কে বিক্ষোভে স্যাভাসা হায়ির শ্লোগানটি যার অর্থ “যুদ্ধে নয়”, বৃহস্পতিবার সকালে টুইটার ব্যবহারকারীদের মধ্যে শীর্ষ চলতি বিষয় ছিল।In der Türkei wurde der Slogan “Savasa hayir”, also “Nein zum Krieg”, am Donnerstagmorgen zum Trending Topic unter Twitternutzern.
20সীমান্তে নিয়োজিত সেনাবাহিনীর বিশেষ কার্যক্রমে আদেশটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এই বিষয়টিকে ঘিরে বিভক্ত হয়ে যায়, সমাজ ও রাজনৈতিক সচেতন, বিশেষজ্ঞ এবং বুদ্ধিজীবীদের পক্ষ থেকে মতপ্রকাশ করা হয় বিমান থেকে প্রচণ্ড বোম্বিং করা হবে।Und nachdem das Mandat für die grenzüberschreitende Militäraktion genehmigt wurde, waren die sozialen Netzwerke geteilter Meinung und riefen einen Sturm an Meinungen von Aktivisten, Experten und ähnlichen hervor.
21তুরস্ক থেকে হুলিয়া অ্যাতাগ্লু টুইট করেছেন:Aus der Türkei twitterte Hulya Ataoglu:
22@ক্রেমেলিন: #স্যাভাসাহায়ির #যুদ্ধ নয় যুদ্ধ নয়, এখন নয়, কক্ষনো নয়।@cramelin: #savasahayir #notowar Nein zum Krieg, nicht jetzt, niemals.
23অজগর গুরবুজ ইস্তাম্বুল থেকে বলেন:Ozgur Gurbuz aus Istanbul sagt:
24@অজগরবাজ: শান্তিই একমাত্র রাস্তা #যুদ্ধ নয় #ইস্তাম্বুল থেকে স্যাভাসাহায়ির।@ozzgurbuz: Frieden ist der einzige Weg #noWar #savasahayir aus Istanbul.
25এখানে থেকে বৃদ্ধি পাচ্ছে।Wir werden hier immer mehr.
26হাজার হাজার বিক্ষোভকারী সিরিয়ার ইস্তাম্বুলে যুদ্ধ বিরোধী স্লোগান দেন।Tausende Demonstranten protestieren in Istanbul gegen den Krieg gegen Syrien.
27ছবিটি @জাপিকা টুইটারে প্রকাশ করেছেন।Foto bei Twitter geteilt von @zappika
28এবং স্যারপার এরে সিরিয়ার সাথে যুদ্ধ বিরোধী বিক্ষোভের স্থান থেকে উপরের একটি ছবি টুইট করেছেন, মন্তব্য করে যে, “দেশে শান্তি চাই, সাড়া বিশ্বে শান্তি চাই”।Und Sarper Ere twitterte das Foto oben von der Demonstration gegen den Krieg gegen Syrien und kommentierte “Frieden zu Hause, Frieden auf der ganzen Welt.”