Sentence alignment for gv-ben-20141130-45640.xml (html) - gv-deu-20141202-25656.xml (html)

#bendeu
1সৌরবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশে বিদ্যুত বৈষম্য কমিয়ে আনছেSolar-Home-Systeme helfen, die Diskriminierung der Elektriziät in Bangladesch zu beenden
2চট্টগ্রামের সন্দীপের সোলার প্যানেল প্রকল্প।Solar-Paneel-Projekt in Sandwip, Chittagong.
3ছবি উইকিমিডিয়ার সৌজন্যে।Foto mit freundlicher Genehmingung von wikimedia.
4বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৫ শতাংশই বিদ্যুৎ সুবিধা পান না।Elektrizität - also genau das, was diese Wörter hier sichtbar werden lässt - ist für 45 Prozent von Bangladeschs Bevölkerung nicht zugänglich.
5বিদ্যুত সুবিধাবঞ্চিত এই মানুষের বেশিরভাগই বসবাস করেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে।Nicht einmal die Hälfte der in den ländlichen Gebieten des Landes lebenden Menschen sind überhaupt am Stromnetz angeschlossen.
6আজ তাদের কাছে আর্শীবাদ হয়ে এসেছে সৌরবিদ্যুৎ প্রকল্প যা ২০০৭ সালে শুরু হয়েছে।Das im Jahr 2007 gegründete Solar-Home-System-Projekt ist darum eine wirklich gute Neuigkeit für Bangladesch.
7বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় পরিচালিত সরকারি ইডকল প্রকল্প ৪০টি সরকারি ও বেসরকারি অংশীদারের সহায়তায় ইতোমধ্যে ৩০ লাখ বাড়ি সৌরবিদ্যুৎ ব্যবহারের আওতায় এনেছে। এই বিদ্যুৎ ২ কোটি মানুষের জীবনে বিরাট পরিবর্তন এনেছে।Aus einer Partnerschaft der staatlichen Infrastructure Development Company Limited (ein von der Weltbank finanziertes Projekt) und ungefähr 40 NGOs (einschließlich Firmen aus dem Privatsektor und Mikrokredit-Agenturen), setzt sich das Solar-Home-System-Projekt zusammen, das dabei geholfen hat, schätzungsweise 3 Millionen Haushalte mit Strom und Licht zu versorgen.
8সম্প্রতি বাংলাদেশ ‘বাড়িভিত্তিক সৌরবিদ্যুতের ৩০ লাখ প্যানেল স্থাপনের মাইলফলক উদযাপন করেছে।Das betrifft 20 Millionen Menschen. Vor kurzer Zeit feierte Bangladesch die erfolgreiche Installierung von 3 Millionen Solar-Home-Systemen.
9এই সাফল্য অর্জনে বিগত দিনগুলোতে কী পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, সেটাই টুইটারে তুলে ধরেছেন নাওমি আহমাদ:Die fertiggestellten Installationen spiegeln jahrelange harte Arbeit wider. Naomi Ahmad feierte diese Leistung am Anfang des Monats in einem Tweet:
10বাংলাদেশ চলতি মাসে ৩ মিলিয়ন বাড়িতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের মাইলফলক উদযাপন করেছে।#Bangladesch feierte diesen Monat die Installation von 3 Millionen #Solar-Home-Systemen.
11এজন্য বিগত বছরে আমাদের কী পরিমাণ পরিশ্রম না করতে হয়েছে, আজ তা স্মরণ করছি।Ich denke an diese Mordsarbeit zurück, die wir im vergangenen Jahr dort hineingesteckt haben!
12বাংলাদেশের এমন সাফল্যে গ্রিনপিস ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সৌরবিদ্যুতের বিপ্লব ঘটিয়ে ফেলছে এমন মন্তব্যও করা হয়েছে:Greenpeace hat dieses Projekt sehr positiv kommentiert und lobte es dafür, eine Solarenergie-Revolution voranzutreiben:
13পৃথিবী কি সবচে' বৃহত্তম সৌর বিপ্লবকে এড়িয়ে যাচ্ছে?Hat die Welt die größte #Solar-Revolution bisher ignoriert?
14হ্যাঁ, এটা আমাদের উপমহাদেশের একটি দেশ বাংলাদেশে হচ্ছে।Sie geschieht gerade auf unserem Subkontinent #Bangladesch http://t.co/tsRrE2fwnM #RenewableEnergy
15বাংলাদেশে প্রতি মাসে প্রায় ৬৫ হাজার বাড়িতে সোলার প্যানেল স্থাপিত হচ্ছে।Die Bangladascher installieren jeden Monat 65.000 Solar-Home-Systeme.
16বাংলাদেশে সোলার সিস্টেমের জনপ্রিয়তার কারণ অনুসন্ধান করেছেন জ্বালানি বিশেষজ্ঞ জুবায়ের কে এম সাদেকী।Der Energiespezialist Zubair K M Sadeque untersucht, warum das Solar-Home-System immer beliebter wird.
17তিনি গ্রামীণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, এনজিওগুলোর ক্ষুদ্র ঋণ সহযোগিতা, লিড লাইটের মতো প্রযুক্তি উদ্ভাবনের কথা বলেছেন।Er sagt, Gründe dafür seien unter anderem die steigenden Einkommen im ländlichen Raum, die große Unterstützung lokaler NGOs durch Mikrokreditfinanzierung sowie die Innovation in der LED-Beleuchtung.
18সৌরবিদ্যুতের জন্য বাংলাদেশ খুবই সম্ভাবনাময় একটি দেশ।Bangladesch hat ein besonders großes Potential wenn es um Solarstrom geht.
19কারণ বাংলাদেশ ২০° ৩০´ এবং ২৬° ৪৫´ উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত।Das Land erstreckt sich zwischen 20º 30' und 26º 45' nördlicher Breite und sein Klima ist tropisch.
20এখানে গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া বিরাজ করে।Das ist für die Aufnahme von Sonnenkraft ideal.
21যার ফলে বছরের ৩০০ দিনের বেশি রোদ থাকে।Bangladesch erreicht genügend Sonnenenergie für 300 Tage im Jahr.
22বাংলাদেশে কৃষিকাজেও সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে।Die Solarenergie bahnt sich auch ihren Weg in die Landwirtschaft.
23১৯১টি সৌরশক্তি ভিত্তিক সেচ পাম্প অনুমোদন করা হয়েছে।Bangladesch hat den Bau von 191 solarbetriebenen Bewässerungspumpen genehmigt.
24এর মধ্যে ৬৯টি সেচ পাম্প চালু হয়েছে।(Neunundsechzig sind bereits gebaut und in Betrieb.)
25তাছাড়া গ্রামীণ জনপদের ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।Die Solarenergie spielt auch bei den Unternehmen im ländlichen Raum eine wichtige Rolle.
26কাজের সময় বৃদ্ধি পেয়েছে, দোকানপাট, মুদি দোকান, ফার্মেসি, দর্জির দোকান, সেলুন অধিক রাত পর্যন্ত খোলা রাখা সম্ভব হচ্ছে।Die Dorfbewohner können nun ihre Geschäfte, Apotheken und Gaststätten bis spät in die Nacht offen halten.
27ফলে গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিসহ জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।Dadurch sind auch Arbeitsstunden, Einkommen und Lebensstandard gestiegen.
28বাংলাদেশে সোলার প্যানেল স্থাপনের খরচ বেশ বেশিই। তবুও এর দ্রুত বিকাশ চান প্রবীর বিধান:Die Installation der Solarmodule in Bangladesch ist nicht günstig gewesen, aber der Blogger Probir Bidhan ermutigt das Land, mit dem Prozess fortzufahren:
29বাংলাদেশের জন্য সৌরবিদ্যুৎ এখনো বেশ ব্যয়বহুল। তবুও এর দ্রুত বিকাশ খুব দরকার।#Solar ist in #Bangladesch immer noch zu teuer, aber es ist dringend nötig, sie schnell weiter zu verbreiten! http://t.co/eeIKqA1CxD
30বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যার ৪০ শতাংশ বেকার। প্রতি বছর এই হার বাড়ছে।Zur Zeit sind 40 Prozent der bangladescher Bevölkerung arbeitslos.
31কিন্তু এই বেকার মানুষদের কাছেও আশীর্বাদ হয়ে এসেছে সৌরবিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পে ১ লক্ষ ১৪ হাজার মানুষের চাকরি হয়েছে।Die Arbeitslosenrate steigt jedes Jahr, aber die Solar-Home-Systeme haben zu deren Senkung beigetragen, da sie mehr als 114.000 Arbeitsplätze für die Montage, den Verkauf, die Installation und die Instandhaltung der Solarkraftsysteme geschaffen hat.
32২০১১ এবং ২০১৩ সালের মধ্যে সৌর বিদ্যুৎ প্রকল্পে চাকরি দ্বিগুণ হয়েছে।Tatsächlich hat sich die Anzahl der Arbeitsplätze in der Solarbranche zwischen 2011 und 2013 verdoppelt.
33জলবায়ু ও জ্বালানি বিপ্লবী মাইক হুডেমা বাংলাদেশে পরিবেশবান্ধব চাকরি বৃদ্ধির বিষয়ে টুইট করেছেন:Mike Hudema ist ein Klima- und Energieaktivist. Er twitterete über “grüne Jobs” in Bangladesch:
34বাংলাদেশে পরিবেশবান্ধব চাকরি (গ্রিন জব) বাড়ছে।#GreenJobs boomen in #Bangladesh-80.
35এখানে প্রতি মাসে ৮০ হাজার বাড়িতে সোলার প্যানেল বসছে।000 Home-Solar-Systeme pro Monat! http://t.co/PQXiMLojhb #cdnpoli #tarsands #abpoli pic.twitter.com/rMjMMljhKR
36বাংলাদেশে বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারের কার্যক্রম শুরু হয়েছিল ১৯৯৬ সালে।Die kommerziellen Installationen von Solar-Home-Systemen in Bangladesch nahmen im Jahr 1996 ihre Anfänge.
37আর শুরু করেছিল গ্রামীণ ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান গ্রামীণ শক্তি।Grameen Shakti,ein Tochterunternehmen der Grameen Bank, setzte diesen Trend.
38এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটিই সবচে' বেশি বাড়িতে (১৩ লাখেরও বেশি) সোলার প্যানেল স্থাপন করেছে।In den vergangenen 18 Jahren hat Grameen Shakti mehr als 1,3 Millionen Solar-Home-Module installiert.