# | ben | deu |
---|
1 | ফেব্রুয়ারী ১১: ব্যাপক নজরদারীকে না বলছে ইন্টারনেট | Am 11. Februar sagt das Internet NEIN! zur Totalüberwachung. |
2 | ফ্লিকার থেকে কার্টুন ডোনা ইলডল এর। ওয়েব উই ওয়ান্ট (সিসি- বাই এসএ ২. | Karikatur von Doaa Eladl via Flickr, Web We Want (CC BY-SA 2.0) |
3 | ০) নাইজেরিয়ার নতুন সাইবার ক্রাইম আইন হয়ত আর্থিক প্রতারণা কমাতে সহায়তা করবে - কিন্তু এটি সমালোচনা বন্ধ করাতেও ব্যবহার হতে পারে। | Nigerias neues Gesetz gegen Cyber-Kriminalität bekämpft zwar Finanzbetrug, aber es könnte auch Kritiker mundtot machen. |
4 | আর্জেন্টিনার কর্তৃপক্ষ নাগরিকদের ডিএনএর রেকর্ড তৈরি, তাদের চোখের মনির তথ্য এবং তাদের হাঁটাচলার তথ্য সংগ্রহে ব্যস্ত। | Die Behörden in Argentinien sammeln Daten, welche die DNA der Bürger, ihre Iris-Informationen und ihre Art zu laufen aufzeichnet. |
5 | তিউনিশিয়ার সক্রিয় কর্মীরা ভয় পাচ্ছে যে দেশটির নতুন প্রযুক্তি ও টেলিযোগাযোগ এজেন্সি নতুন করে ব্যপক নজরদারি শুরু করতে পারে। | Aktivisten in Tunesien fürchten, dass die neue Telekommunikationsbehörde des Landes eine neue Ära der Totalüberwachung einläuten wird. |
6 | এটি বলার অপেক্ষা রাখে না যে ব্যপক সরকারি নজরদারি একটি বৈশ্বিক সমস্যা। | Es gibt keinen Zweifel: Totalüberwachung durch Regierungen ist ein globales Problem. |
7 | আগামি ফ্রেব্রুয়ারী ১১, ২০১৪ তারিখে সাধারণ মানুষ, সুধী সমাজ, এবং হাজারো ওয়েবসাইট একসাথে নজরদারির বিরুদ্ধে দাড়াবে। | Am 11. Februar werden Individuen, zivilgesellschaftliche Organisationen und tausende Webseiten zusammenkommen und gegen Totalüberwachung Stellung beziehen. |
8 | যে কেউ, বিশ্বের যে কোন জায়গা থেকে এতে অংশ নিতে পারবে - আপনারা রাজপথে আসুন বা অনলাইনে, যে কোন ভাবে। | Jeder kann sich beteiligen - auf der Straße oder im Netz. |
9 | মানুষের উপর নজরদারির কার্যগুলো আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে লংঘন করে এবং আমাদের মত প্রকাশের ও স্বাধীনভাবে মেশার স্বাধীনতাকে খর্ব করে। | Die Totalüberwachung verletzt unser Recht auf Privatsphäre und beeinträchtigt unser Recht auf freie Meinungsäußerung und Versammlungsfreiheit. |
10 | তারা বৈশ্বিক ইন্টারনেটের উন্মুক্ততা এবং স্বাধীনতার ক্ষতি করে এবং তারা গণতান্ত্রিক মূল্যবোধের বিপক্ষে যায়। | Sie beschädigt die Freiheit und Offenheit des globalen Internet und verstößt gegen demokratische Werte. |
11 | গত বছর জুনে এডওয়ার্ড স্নোডেন মার্কিন সরকার কর্তৃক গুপ্ত তথ্য সংগ্রহের ব্যাপারটি উন্মোচনের পরে তা সারাবিশ্বে আতঙ্ক ছড়িয়ে দেয়। | Die Dokumente, welche im letzten Juni dank Edward Snowden öffentlich wurden, brachten dutzende weitreichende Geheimdienstprogramme zur Datensammlung ans Licht und versetzten die ganze Welt in einen Schockzustand. |
12 | যদিও স্নোডেন ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে মার্কিন সরকারের গুপ্তচরবৃত্তির খবর ছড়িয়েছে, এই ঘটনাটি সারা বিশ্বে ঘটা নজরদারির উপর বিতর্ককে নতুন করে উস্কিয়েছে। | Während die Snowden-Leaks die ungeheuerlichsten Verstöße gegen die Privatsphäre durch die US-Regierung offen legten, brachten sie den Debatten über Überwachung und Privatsphäre, die in der ganzen Welt stattfinden, neue Energie. |
13 | আপনারা অংশ নিতে চান? | Willst du dich engagieren? |
14 | এখানে বলা আছে কিভাবে যোগ দেবেন: | Hier sind einige Möglichkeiten: |
15 | আপনারাও যোগ দিন | Nimm an der Kampagne teil |
16 | বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দল প্রতিবাদের আয়োজন করেছে, কেউ আয়োজন করেছে হ্যাকাথন বা অনলাইন প্রচারণা। | Gruppen in allen Ländern der Welt führen Proteste durch, veranstalten Hackathons und bringen Online-Kampagnen voran. |
17 | আপনাদের কাছে ধারে কি হচ্ছে তা লক্ষ্য করুন: | Finde raus, was in deiner Umgebung passiert: |
18 | আর্জেন্টিনা • অস্ট্রেলিয়া • অস্ট্রিয়া • ব্রাজিল • কানাডা • কলম্বিয়া • জার্মানি • ফ্রান্স • ভারত • মেক্সিকো | Argentina • Australia • Österreich • Brasil • Canada • Colombia • Deutschland • France |
19 | নেদারল্যান্ড • পেরু • পোল্যান্ড • বেলগ্রেড • থাইল্যান্ড • উগান্ডা • যুক্তরাজ্য • যুক্তরাষ্ট্র | India • Mexico • Nederland • Peru • Polska • Србија • ประเทศไทย • Uganda United Kingdom • United States |
20 | আপনার দেশকে দেখছেন না? | Dein Land ist nicht aufgelistet? |
21 | আপনারা অংশীদার বা এখানকার বিষয়বস্তু ব্যবহার করতে পারেন আপনার নিজস্ব প্রচারণার জন্য। | Nutze die Materialien unserer Seite und von Partner-Seiten um deine eigene Kampagne zu starten. |
22 | জিভি অ্যাডভোকেসীর নজরদারী পাতায় গ্লোবাল ভয়েসেস কমিউনিটির পোস্টগুলো পড়ুন সারা বিশ্বের পরিস্থিতি জানার জন্যে। | Lies die Artikel von Global Voices über Überwachung auf unserer Überwachungsseite. |
23 | আপনারা সহায়তা করুন | Zeige deine Unterstützung |
24 | অনুগ্রহ করে ১১ই ফেব্রুয়ারীর প্রচারণাতে একাত্মতা প্রকাশ করুন! | Zeige Solidarität mit der Kampagne am 11. Februar. |
25 | আপনাদের ওয়েবসাইটে একটি ব্যানার যোগ করুন। | Platziere ein Banner auf deiner Website. |
26 | সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এই বার্তাটি, অথবা একটি চমৎকার কার্টুন (এখানে যেমন দেখা যাচ্ছে)। | Teile eine Botschaft oder eine Karikatur (wie die hier gezeigten) in sozialen Medien. |
27 | যে দিন আমরা ঘুরে দাড়াব - ব্যানার অ্যালেক পার্কিন্সের আঁকা এবং উইকিমিডিয়া কমন্সের সৌজন্যে প্রকাশিত | Banner für “Der Tag, an dem wir zurückschlagen” von Alec Perkins via Wikimedia Commons, (CC BY-4. |
28 | কার্টুন এঁকেছেন স্পেকটেরো ওয়েব উই ওয়ান্ট (সিসি বাই এসএ ২. | 0) Karikatur by Doaa Eladl; Web We Want via Flickr (CC BY-SA 2.0) |
29 | ০) কার্টুন এঁকেছেন দোয়া ইলাডল ওয়েব উই ওয়ান্ট (সিসি বাই এসএ ২. | Sage “JA!” zu den Globalen Prinzipien der Kommunikationsüberwachung |
30 | ০) বিশ্বব্যাপী যোগাযোগের উপর নজরদারির বিরুদ্ধে করা নীতিগুলোতে হ্যা বলুন | Unterzeichne die dreizehn Prinzipien der internationalen Kommunikationsüberwachung, die von Menschenrechtsexperten der ganzen Welt erstellt wurden. |
31 | বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীদের দ্বারা বানানো আন্তর্জাতিক যোগাযোগের উপর নজরদারির বিরুদ্ধে ১৩টি নীতিতে স্বাক্ষর করুন। | |
32 | ডিজিটাল নাগরিকের ব্যাক্তিগত গোপনীয়তা রক্ষার্থে আন্তর্জাতিক সুধীসমাজের উদ্যোগের মূলে রয়েছে এই ১৩টি নীতি। এগুলো বিভিন্ন সরকারকে দিকনির্দেশনা দেয় যে মানবাধিকার রক্ষায় কোন কোন বিষয়ে কাজ করতে হবে। | Diese Prinzipien sind das Rückgrat der Bemühungen der globalen Zivilgesellschaft. das Recht auf Privatsphäre der Bürger zu schützen: Eine Zusammenstellung von Regeln, welche die Verpflichtung der Regierungen zu Menschenrechten in Zusammenhang mit Überwachung begründen. |
33 | পড়ুন এবং সই করুন নীচের যে কোন ভাষায়: | |
34 | Русский • Español • Hrvatski • Македонски • Shqip • Polski • Čeština • Svenska • Nederlands Français • हिन्दी • العربية • Italiano • Ελληνικά • Română • Slovenčina • Eesti • Slovenščina • Dansk | Lies und unterzeichne die Prinzipien in folgenden Sprachen: |
35 | | Русский • Español • Hrvatski • Македонски • Shqip • Polski • Čeština • Svenska • Nederlands • Français • हिन्दी • العربية • Italiano • Ελληνικά • Română • Slovenčina • Eesti • Slovenščina • Dansk • Magyar • Suomi • Deutsch • فارسی • Български • Latviešu • Lietuvių • Português • Quechua • 繁體中文 • Tiếng Việt • 한국어 • Українська • ภาษาไทย • اردو |
36 | Magyar • Suomi • Deutsch • فارسی • Български • Latviešu • Lietuvių • Português • Quechua 繁體中文 • Tiếng Việt • 한국어 • Українська • ภาษาไทย • اردو | Zeige deine Unterstützung für die Prinzipien mit einem Banner. |
37 | নীতিগুলোর প্রতি আপনার একাত্মতা প্রকাশ করুন ব্যানার বা ব্যাজের মাধ্যমে। | |