# | ben | deu |
---|
1 | ফেসবুকে বিক্রি হচ্ছে সিরিয়ার প্রাচীন শিল্পকর্ম | Syrische Antiquitäten stehen auf Facebook zum Verkauf |
2 | সিরিয়া থেকে চুরি করা প্রাচীন মুদ্রা ফেসবুকে বিক্রি হচ্ছে। | Geraubte antike Münzen aus Syrien stehen bei Facebook zum Verkauf. |
3 | টুইটারে ছবিটি শেয়ার করেছেন জায়েদ বেনজামিন। | Foto von @zaidbenjamin auf Twitter geteilt. |
4 | সিরিয়ার প্রাচীন শিল্পকর্ম বিক্রি করার উদ্দেশ্যে ফেসবুকে পোস্ট দেয়া হয়েছে। | |
5 | শিল্পকর্মগুলো তুরস্ক থেকে সংগ্রহ করে নিতে হবে। | Syrische Antiquitäten werden über Facebook zum Verkauf angeboten. |
6 | মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি'র সাংবাদিক জায়েদ বেনজামিন ফেসবুকে বিক্রি সংক্রান্ত পোস্টটির স্ক্রিনশট দিয়ে বিষয়টি সবার নজরে এনেছেন। | Den Alarm löste der in Washington DC lebende Journalist Zaid Benjamin aus, der Screenshots der Facebookseiten verbreitete, auf denen syrische Antiquitäten in der Türkei zum Verkauf standen. |
7 | সিরিয়ার প্রাচীন শিল্পকর্ম বিক্রির আরো একটি ফেসবুক পেজ। | Eine weitere Facebookseite, auf der syrische Antiquitäten verkauft werden. |
8 | তুরস্ক থেকে সংগ্রহ করে নিতে হবে। | Die Übergabe erfolgt in der Türkei. |
9 | মিশরের সীমা দিয়াবের সরস মন্তব্য: | Aus Ägypten witzelte Sima Diab: |
10 | সিরিয়ার প্রাচীন শিল্পকর্ম বেচাকেনার বাজার আছে? | Unterwegs um syrische Antiquitäten zu kaufen oder zu verkaufen? |
11 | ফেসবুকে দেখুন। জমজমাট বাজার সেখানে। | Dann bedien dich doch bei Facebook. |
12 | স্বাভাবিকভাবেই সীমা ফেসবুকের যে পেজটির লিংক দিয়েছেন, সেটা বন্ধ হয়ে গেছে। | Verständlicherweise ist die Facebookseite, zu der Sima verlinkt, nicht weiter aufrufbar. |
13 | ফেসবুকে সিরিয়ার প্রাচীন শিল্পকর্ম বিক্রির স্ক্রিনশট। পেইজটিতে এখন আর ঢোকা যাচ্ছে না। | Ein Screenshot einer Facebookseite, auf der angeblich syrische Antiquitäten verkauft wurden und die nicht länger verfügbar ist. |
14 | আরো পড়ুন: আইএসআইএস-এর পাচারকারীরা সিরিয়ার ধ্বংসস্তুপ থেকে প্রাচীন শিল্পকর্মগুলো লুট করে নিয়েছে। | |
15 | আর সেগুলোর প্রত্যেকটি এক মিলিয়ন ডলার করে বিক্রি করছে। একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, আইএসআইএস-এর জঙ্গীরা লুট করা প্রাচীন শিল্পকর্মগুলো অনলাইন এবং মধ্যস্থতাকারী'র মাধ্যমে পশ্চিমা এবং প্রতিবেশী উপসাগরীয় দেশের জাদুঘরের কাছে বিক্রি করে মিলিয়ন মিলিয়ন ডলার লাভ করছে। | Laut eines Beitrags der britischen Zeitung Daily Mail hat der IS (die Terrororganisation, die sich “Islamischer Staat” nennt) mehrere Millionen US-Dollar mit dem lukrativen Schmuggel von Antiquitäten machen können, indem sie antike Artefakte, die sie aus Museen gestohlen hatten, über ein Netz von Schmugglern und Zwischenhändlern in den Westen und die Golfstaaten verkauft haben. |
16 | সিরিয়ার প্রাচীন শিল্পকর্ম ফেসবুকে বিক্রি হচ্ছে। | Syrische Antiquitäten stehen auf Facebook zum Verkauf. |
17 | টুইটারে ছবিটি শেয়ার করেছেন জায়েদ বেনজামিন। | Foto von @zaidbenjamin auf Twitter |
18 | দ্য ডেইলি মেইল দাবি করেছে, আইএসআইএস-এর স্বঘোষিত রাজধানী সিরিয়ার রাক্কা থেকে ১০,০০০ বছরের পুরোনো শিল্পকর্মগুলোর প্রত্যেকটি এক মিলিয়নেরও বেশি ডলারে বিক্রি হচ্ছে। তারপর সেগুলো সিরিয়া ও ইরাক হয়ে তুরস্ক এবং লেবাননে পাচার করে দেয়া হচ্ছে। | Die Daily Mail behauptet, dass 10.000 Jahre alte Antiquitäten aus Raqqa in Syrien für mehr als eine Millionen US-Dollar pro Stück verkauft wurden und von Syrien und dem Irak durch die Türkei und den Libanon geschmuggelt wurden. |
19 | সিরিয়ার প্রাচীন স্বর্ণমুদ্রা ফেসবুকে বিক্রি হচ্ছে। | Syrische Goldmünzen stehen auf einer Facebookseite zum Verkauf. |
20 | টুইটারে ছবিটি শেয়ার করেছেন জায়েদ বেনজামিন। | Foto wurde über Twitter von @zaidbenjamin geteilt. |
21 | আইএসআইএস এবং আল কায়েদা গত কয়েক মাসের মধ্যে সিরিয়া এবং ইরাকের বিপুল পরিমাণ ভূখণ্ড দখল করে নিয়েছে। তারা ভূমি দখল করতে করতে যেখানে যাচ্ছে পিছনে রেখে যাচ্ছে ভয়াবহ ধ্বংসের স্মৃতি। | Die IS, die sich anfangs zur al-Qaida bekannt hatte, hat große Landstreifen Syriens und des Iraks besetzt und hinterlässt überall innerhalb weniger Monate eine Spur des Schreckens und der Zerstörung. |
22 | তারা যেসব এলাকা দখল করছে সেখানেই “বিরুদ্ধ মতবাদ” উপড়ে ফেলছে এবং “ধর্মত্যাগ”-এ বাধ্য করছে। | Diese fanatische Gruppe besteht darauf, in all den Gebieten, die sie erobert, alle Plätze der “Häresie” und “Apostasie” auszuradieren. |
23 | তাদের হাত নিস্তার পাচ্ছে না সভ্যতার আদি নিদর্শন ও প্রাচীন সময়ের সমৃদ্ধ ইতিহাসও। | Zu den Gebieten, die sie erobert hat, gehört auch die Wiege der Zivilisation, eine Region voller Geschichte, die bis weit in die Antike zurückreicht. |
24 | জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংগঠন ইউনেস্কো'র সিরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা বিষয়ক একটি পাতা আছে। সেখানে গত চার বছরে সিরিয়ার যুদ্ধে কী পরিমাণ সাংস্কৃতিক ঐতিহ্যসমূহ ধ্বংস হয়ে গেছে, তার বিবরণ তুলে ধরেছে। | Die Organisation der Vereinten Nationen für Erziehung, Wissenschaft und Kultur (UNESCO) hat der Nachverfolgung der Schäden, die im syrischen Konflikt - nun bereits im vierten Jahr - der Geschichte des Landes entstehen, eine eigene Seite mit dem Titel Zum Schutz des syrischen kulturellen Erbes gewidmet. |
25 | ইউনেস্কো'র তথ্যমতে: | Die UNESCO stellt fest: |
26 | সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অবৈধ খনন এবং লুটপাত ব্যাপকভাবে বেড়ে গেছে। | Illegale Ausgrabungen und Plünderungen haben seit dem Beginn des Konflikts in Syrien exponentiell zugenommen. |
27 | এর ফলে অনেক ঐতিহাসিক স্থাপনা, জাদুঘরের ক্ষতি হয়েছে। নিশ্চিহ্ন হয়ে গেছে সিরিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক সম্পদ। | Dadurch wurden viele historische Orte und Museen beschädigt und wichtiges syrisches Kulturgut ist aus dem Land verschwunden, um dann wieder auf dem Schwarzmarkt und/oder in privaten Sammlungen aufzutauchen. |
28 | সেগুলো এখন ব্যক্তিগত সংগ্রহশালায় অথবা কালোবাজারে পাওয়া যাচ্ছে। | Zahlreiche archäologische Stätte in Syrien wurden systematisch durch gut organisierte und oft bewaffnete Gruppen für illegale Ausgrabungen ausgewählt. |
29 | সিরিয়ার বেশ কয়েকটি প্রত্নতাত্ত্বিক স্থান ধারাবাহিকভাবে সুসংগঠিত এবং সশস্ত্র গোষ্ঠী কর্তৃক আক্রান্ত হয়েছে। | Ausgehobene archäologische Funde von kultureller Bedeutung stellen einen lukratives Handelsgut für skrupellose Händler dar, die sowohl lokal als auch international tätig sind. |
30 | তারা সেখানে খনন কার্যক্রম চালিয়ে ঐতিহাসিক নিদর্শনগুলো সংগ্রহ করে স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পাচারকারীদের কাছে বিক্রি করে দিয়েছে। | Orte, die in Grenznähe liegen, sind allgemein eher gefährdet, von Plünderern ausgewählt zu werden, die damit den Vorteil verbinden, die Artefakte schnell und auf illegalem Weg aus Syrien heraus zu schaffen. |
31 | তাছাড়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো লুট করতে তারা বেছে বেছে সীমান্তবর্তী এলাকার স্থানগুলোকেই লক্ষ্যবস্তু করছে, যাতে করে খুব সহজেই সেগুলো বাইরে পাঠিয়ে দেয়া যায়। | |
32 | তাছাড়া জাদুঘরের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান জানা যাবে জাদুঘর সংশ্লিষ্ট পেজটির মন্তব্যে: | |
33 | সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জাদুঘরগুলোতেই সবচে' বেশি ক্ষতি হয়েছে। | In Bezug auf Museen, sieht die Schadensanzeige der UNESCO folgendermaßen aus: |
34 | সেখানকার মূল্যবান সাংস্কৃতিক সম্পদ ছাড়াও আরো কতো শিল্পকর্ম যে চুরি গেছে তা এখনো হিসাব করা হয়নি! আবার সশস্ত্র যুদ্ধে অনেক জাদুঘরের অবকাঠামোরও ক্ষতি হয়েছে। | Der meiste Schaden bezüglich Museen in Syrien ist im Nordwesten des Landes zu verzeichnen, wo es Plünderungen wertvollen Kulturguts gab und zurzeit viele Kunstgegenstände als vermisst gelten. |
35 | আরো পড়ুন: আইএসআইএস ইরাক ও সিরিয়ার ইতিহাস ধ্বংস করছে | Eine große Anzahl an Museen leidet zudem unter einer beschädigten Infrastruktur, was auf den bewaffneten Konflikt zurückgeht. |
36 | এদিকে সিরিয়ানদের মানবিক ক্ষয়ক্ষতি বাদ দিয়ে ঐতিহাসিক স্থাপনাসমূহের ধ্বংস নিয়ে বেশি বেশি আলোচনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। | Viele ärgern sich aber auch darüber, dass so viele Menschen über die Zerstörung von Geschichte betroffen sind angesichts der vielen Toten, unter denen Syrer heute leiden. |
37 | লিয়াম স্ট্যাক মন্তব্য করেছেন: | Liam Stack kommentiert: |
38 | সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার কর্মকর্তা পালমেইরার জাদুঘর থেকে কিছু প্রাচীন শিল্পকর্ম সরিয়ে ফেলেছেন। | |
39 | কিন্তু সেখানকার অধিবাসীদের শহর থেকে চলে যাওয়ার ব্যাপারে সতর্ক করেননি। | Syrische Behörden entfernten einige Antiquitäten aus dem Museum von Palmyra, haben aber nicht die Einwohner gewarnt, ebenfalls Palmyra zu verlassen. |
40 | খালেদ দিয়াব সতর্ক করেছেন: | Khaled Diab warnt: |
41 | সিরিয়ার জীবনাশের ঘটনার দিকে পশ্চিমাদের দৃষ্টি নিবদ্ধ থাকলেও আইএসআইএস যে পালমেইরা ধূলিসাৎ করে দেয়ার দিকে দ্রুত এগুচ্ছে সেদিকে কারো খেয়াল নেই। | Dass der Westen so auf Ruinen fixiert ist und nicht ruinierten Leben in Syrien kann dazu führen, dass der IS Palmyra zu Propagandazwecken zerstören wird, sagt hxhassan. |
42 | ইরাকের মসুল পাঠাগার পুড়িয়ে হাজার হাজার পাণ্ডুলিপি এবং বই ধ্বংস করেছে আইএসআইএস | |
43 | ভিডিওঃ ইরাকের মসুলে ইউনুস নবীর মসজিদ ধ্বংস করল আইএসআইএস | Hier gibt es weitere Berichterstattung von uns zum Thema: |