Sentence alignment for gv-ben-20140707-43928.xml (html) - gv-deu-20140705-22475.xml (html)

#bendeu
1গাইডলাইন: মাত্র ৩০ মিনিটে ই-মেইলের নিরাপত্তা নিশ্চিত করুনLernen, wie man Emailkommunikation schützen kann: In weniger als 30 Minuten #EmailSelfDefense Infografik von Journalism++ für die Free Software Foundation (CC BY 4.0).
2জার্নালিজম++ ফর ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের #ইমেইলসেলফডিফেন্স তথ্যচিত্রের গাইড বই।Email-Selbstverteidigung ist ein Leitfaden für Anfänger der Free Software Foundation (FSF), in dem Schritt für Schritt erklärt wird, wie Email-Verschlüsselung funktioniert.
3(সিসি বিওয়াই ৪.Er ist am 30.
4০) ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন (এফএসএফ) গত ৩০ জুন ২০১৪-এ নতুন ব্যবহারকারীদের জন্য ইমেইল সেলফ ডিফেন্স নামের একটি তথ্যমূলক বই ৬টি ভাষায় প্রকাশ করেছে, যা দিয়ে ইমেইলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।
5ভাষাগুলো হলো ফরাসি, ডাচ, জাপানিজ, রাশিয়ান, পতুর্গিজ এবং তুর্কি। আরো কিছু ভাষায় অনুবাদের প্রক্রিয়া চলছে।Juni 2014 in sechs weiteren Sprachen [fr, en, jp, ru, pt, tr] erschienen und weitere Übersetzungen sind unterwegs.
6কারো সাথে ইমেইলে যোগাযোগের সময় কোনো কিছু লুকাতে না চাইলেও এই এনক্রিপশন আপনার ইমেইলের নিরাপত্তা যেমন নিশ্চিত করবে।Selbst wenn man nichts zu verbergen hat, trägt eine Verschlüsselung zum Datenschutz für diejenigen bei, mit denen man kommuniziert und erschwert die Arbeit der Massenüberwachungssysteme.
7তেমনি যারা আপনার ওপর নজরদারি করতে চাইছে তাদের জীবন কঠিন করে তুলবে। আর আপনি যদি কোনো কিছু লুকাতে চান তাহলে বন্ধুর মতো সহযোগিতা করবে।Und wenn man etwas wichtiges geheim zu halten hat, befindet man sich in guter Gesellschaft, denn dies hier sind dieselben Instrumente, auf die auch Edward Snowden zurückgegriffen hat, um seine weit bekannten Geheimnisse zur NSA zu verbreiten.
8এডওয়ার্ড স্নোডেনও এটি ব্যবহার করতেন।Edward, ein freundlicher Bot hilft den Nutzern der Email-Selbstverteidigung, ihre neuen Verschlüsselungssysteme zu testen.
9এটি ব্যবহার করেই তিনি মার্কিন নিরাপত্তা সংস্থা'র (এনএসএ) গোপনীয় ব্যাপার-স্যাপার শেয়ার করেছেন। এডওয়ার্ড নামের এই ইমেইল বুট দিয়ে ইমেইল সেলফ-ডিফেন্স ব্যবহারকারীরা তাদের নতুন এনক্রিপশন সিস্টেম পরীক্ষা করতে পারবেন।Die Anleitung der FSF sollte ursprünglich als Teil der Kampagne Reset The Net [en] am 5. Juni 2014 erscheinen [en], dem internationalen Aktionstag gegen Massenüberwachung und dem ersten Jahrestag der Edward Snowden Enthüllungen über die massive und willkürliche Spionage, die die US-amerikanischen nationalen Sicherheitsbehörde NSA weltweit betrieben hat.
10গত ৫ জুন ২০১৪-এ “রিসেট দ্য নেট” প্রচারণার অংশ হিসেবে এফএসএফ-এর এই গাইড বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।
11উল্লেখ্য, ওইদিন অনলাইনে বিশ্ব নজরদারী বিরোধী দিবস ছিল।“Email-Selbstverteidigung ist nur ein wichtiger Schritt in Richtung Lösung der Massenüberwachung”, stellt FSF fest:
12একই সঙ্গে এডওয়ার্ড স্নোডেনের মার্কিন নিরাপত্তা সংস্থার এনএসএ'র গোয়েন্দা নজরদারি ফাঁস করে দেয়ার বর্ষপূর্তির দিনও। এফএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, নজরদারি ঠেকাতে ইমেইল সেলফ-ডিফেন্স হলো একমাত্র সমাধান:Während wir die Instrumente der Emailverschlüsselung anzuwenden lernen, müssen wir zugleich politischen Druck ausüben, dass Überwachung reglementiert wird, ein sicheres Internet [en] geschaffen wird und an erster Stelle Regierungen und Unternehmen dazu gezwungen werden, weniger Daten [en] von uns zu sammeln.
13ইমেইল যোগাযোগের সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে ইমেইল এনক্রিপশন ব্যবস্থা সম্পর্কে জানার পাশাপাশি নিরাপদ ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলতে রাজনৈতিক ভাবেই নজরদারি বন্ধ করতে চাপ দিতে হবে।
14তাছাড়া আমরা যেসব কোম্পানির সেবা ব্যবহার করি তাদের কাছ থেকে তথ্য না নেয়, সে ব্যাপারেও সরকারের ওপরে চাপ প্রয়োগ করা দরকার।
15আমরা আশা করি, ইমেইল সেলফ-ডিফেন্স অনুবাদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে এটি একটি বহুমাত্রিক আন্দোলনে রূপ নিবে।Wir hoffen, dass die Übersetzungen der Email-Selbstverteidigung einen ersten Zugang zu dieser vielseitigen Bewegung für Menschen aus aller Welt ermöglichen.