# | ben | deu |
---|
1 | দুর্গন্ধযুক্ত মৃতদেহ ফুলের জন্য দক্ষিণ অস্ট্রেলিয়ানদের লম্বা সারি | Warteschlangen in Südaustralien für die stinkende Titanwurz |
2 | মাউন্ট লফটি বোটানিক গার্ডেনের দলটিকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন! | Glückwunsch an das Team vom Mount Lofty Botanic Garden für ihren Erfolg! |
3 | ছবিঃ টম চাল্ডেক | Foto von Tom Chladek |
4 | দক্ষিন অস্ট্রেলিয়ার মাউন্ট লফটি বোটানিক গার্ডেনে একটি মৃতদেহ ফুল ফুটেছে। | Ein Titanwurz blüht im Mount Lofty Botanic Garden in Südaustralien. |
5 | ফুলটির আকার, আকর্ষণীয় চেহারা ও নির্গত দুর্গন্ধের জন্য পরিচিত। এর বোটানিক নাম টাইটান এরাম (Amorphophallus titanum)। | Bekannt für seine Größe, seiner atemberaubenden Erscheinung und seinem widerlichen Geruch, kommt er zu dem Namen Titanwurz (Amorphophallus titanum). |
6 | উদ্ভিদটি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের স্থানীয়। সেখানে উদ্ভিদটির সাধারণ নাম বিবুঙ্গা বাংকায়, যার অর্থ গলিত মাংস উদ্ভিদ বা মৃতদেহ ফুল। | Diese Pflanze ist heimisch auf den Sumatra-Inseln in Indonesien, wo man ihn als bibunga bangkai kennt, was so viel heißt wie Aasfressende-Pflanze oder eben auch Titanwurz. |
7 | বীভৎস গন্ধ থাকা সত্ত্বেও হাজার হাজার লোক ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে ফুলটি ফোঁটার দৃশ্য দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। | Trotz des übelriechenden Geruchs der Pflanze haben tausende Besucher des Botanischen Gartens geduldig auf die kurzfristige Eröffnung gewartet. |
8 | কেননা আগামী সাত বছরে এই গাছে আর ফুল ফুটবে না। | Wohlmöglich wird sie in den nächsten sieben Jahren so schnell nicht wieder zu bewundern sein. |
9 | খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছেঃ | Die Neuigkeiten machten sich rasend schnell breit: |
10 | হাজার হাজার লোক একটি ফুল ফোঁটার দৃশ্য দেখতে লাইনে দাঁড়িয়েছেন, যে ফুলটি মৃত দেহের মত গন্ধ ছড়ায়। | Tausende Besucher warten in der Schlange, um sich eine nach Tod riechende Pflanze anzuschauen |
11 | এমনকি পুলিশকেও এ ব্যাপারে ব্যস্ত থাকতে দেখা গেছেঃ | Selbst die Polizei mischt mit: |
12 | মোটর গাড়ি চালকদের জন্য পরামর্শ, #পিকাডিলি এর চারপাশে ভারী ট্রাফিক রয়েছে, কারণ #দুর্গন্ধময়ফুল দেখতে এখন সেখানে মানুষের স্রোত নেমেছে। | Verkehrsteilnehmer werden darauf hingewiesen, dass es um den #Piccadilly viel Verkehr gibt, da Besucher zum Botanischen Garten strömen, um sich eine stinkende Pflanze anzuschauen |
13 | নাটালি হুইটিং ভিডিওতে সেই সব কিছু উৎসুক জনতার ভিড়ের চিত্র ধারণ করেছেনঃ | Natalie Whiting hat einige neugierige Besucher auf Video aufgenommen: |
14 | অ্যাডিলেডের দক্ষিন অস্ট্রেলিয়ার মাউন্ট লফটি বোটানিক গার্ডেনে দুর্গন্ধময়ফুল দেখতে শত মানুষের ভিড়। | Hunderte Menschen in der Warteschlange, um Titanwurz im Botanischen Garten in Adelaide zu bewundern. |
15 | এমনকি বিবিসি নিউজ এর মতো ব্রিটেন্স টেলিগ্রাফও ফুলটির বিশেষত্বে মেতেছেঃ | Auch der britische Telegraph und die BBC News fühlen sich der Flower Power verbunden: |
16 | মাংসল গন্ধযুক্ত মৃতদেহ ফুলটির ঘ্রান নিতে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়েছে, যেটি প্রতি ১০০০ দিনে একবার করে ফোটে। | Tausende Besucher warten in der Schlange, um den nach Fleisch riechenden Titanwurz zu bewundern, der nur alle 1000 Tage blüht. |
17 | আশ্চর্যের কিছু নেই যে বোটানিকাল গার্ডেনের ফটোগ্রাফার টম চাল্ডেক মানুষের এই উৎসাহ উপভোগ করেছেন: | Tom Chladek, der Fotograf für @botgardenssa, freut sich natürlich auf die Aufmerksamkeit, die die Pflanze bei den Menschen erregt: |
18 | মানুষের এতো মনোযোগ সত্যিই অবিশ্বাস্য। | Can't believe the attention this is getting. |
19 | A photo posted by Tom Chladek (@chladey) on Dec 28, 2015 at 3:29pm PST | @botanicgardenssa #titanarum |
20 | দুর্ভাগ্যবশত, বর্তমানে গ্রীষ্মের দাবানল সময়ের কারণে সেখানে দ্বিতীয় দিনের মতো প্রবেশাধিকারের অনুমতির কোনো সম্ভাবনা থাকছে না: | A photo posted by Tom Chladek (@chladey) on Dec 28, 2015 at 3:29pm PST |
21 | #মাউন্টলফটি বোটানিক গার্ডেনটি আগামী ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার তারিখে “মারাত্মক” আগুনের বিপদের কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হবে। | Leider gibt es keine zweite Möglichkeit zur Besichtigung aufgrund der alljährlichen sommerlichen Buschbrände: #MountLofty Botanischer Garten bleibt am 30. |
22 | আরও তথ্যের জন্যঃ https://t.co/HpC69AnODx. | Dezember wegen hoher Buschbrandgefahr geschlossen. |
23 | @SADEWNR | Mehr Informationen unter |