Sentence alignment for gv-ben-20150605-49045.xml (html) - gv-deu-20150612-29468.xml (html)

#bendeu
1শিশুদের সুরক্ষার বার্তা পৌঁছে দিতে ইসরায়েলি রাঁধুনির গাড়িতে পিজা রান্নাEin israelischer Starkoch bäckt Pizza im Auto, um auf Kindersicherheit aufmerksam zu machen
2ইসরাইলের জনপ্রিয় রাঁধুনি হাইম কোহেন দেখিয়েছেন, ৩০ মিনিটের জন্য আপনি যদি গরম গাড়ীতে একটি পিজা রাখেন, তবে কি ঘটে।Der israelische Starkoch Haim Cohen zeigt, was passiert, wenn man eine Pizza 30 Minuten in einem heißen Auto lässt.
3(ইউটিউব: বেটেরেম: ইসরাইলের নিরাপদ বাচ্চারা)(YouTube: Beterem: Safe Kids Israel)
4মধ্যপ্রাচ্যের গ্রীষ্মে একটি গাড়ির ভিতর গরমে কি ঘটে?Wie heiß kann es in einem Auto im Mittleren Osten im Sommer werden?
5ইসরাইলের এনজিও বেটেরেম: ইসরাইলের নিরাপদ বাচ্চারা সেই দেশের জনপ্রিয় রাঁধুনি হাইম কোহেনের সাথে এক হয়ে জননিরাপত্তার এই গুরুত্বপূর্ণ বার্তাটি প্রচার করছে।Die israelische Nichtregierungsorganisation Beterem: Safe Kids Israel hat sich mit dem Starkoch Haim Cohen für diesen unbeschwerten Beitrag zur öffentlichen Sicherheit zusammengetan. Aber zu Lachen gibt es hier nichts.
6২০০৮ সাল থেকে এ পর্যন্ত ইসরাইলে ভুল করে বদ্ধ গাড়ির ভেতর ফেলে যাওয়ার ফলে ১৬টি শিশু মারা যায়। এছাড়াও এ কারণে বিশ্ব জুড়ে আরও অগণিত শিশুর মৃত্যু হচ্ছে।Seit 2008 sind in Israel sechzehn Kinder gestorben, weil sie versehentlich im geschlossenen Auto zurückgelassen wurden, so wie auch zahllose andere auf der ganzen Welt.
7টাইমস অব ইসরাইল পত্রিকার ভাষ্য অনুযায়ী, ২০০৮ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ৩৪৯ জন শিশুকে একা গাড়ির মধ্যে ফেলে যাওয়া হয়।Laut Times of Israel sind zwischen 2008 und 2015 349 Kinder allein im Auto gelassen worden.
8তারা রিপোর্ট করেছে:Die Zeitung berichtet:
9যে সব শিশুকে গাড়ির মধ্যে ফেলে রেখে যাওয়া হয়, তাঁদের অধিকাংশের (৮৪%) বয়স ছিল শুন্য থেকে ৪ বছর মধ্যে।Die überwiegende Mehrheit (84 Prozent) der Kinder, die in Autos zurückgelassen wurden, waren zwischen 0 und 4 Jahre alt.
10বেশিরভাগ ক্ষেত্রে সেই বাচ্চাদের ব্যক্তিগত যানবাহনে (৮৪%) ফেলে রেখে যাওয়া হয়েছিল। এছাড়াও স্কুল বাস, পাবলিক বাস এমনকি জেরুযালেমের হালকা রেলগাড়িতেও ভুল করে ফেলে যাওয়া হয়েছে।Die Kinder wurden hauptsächlich in privaten Fahrzeugen (84 Prozent) zurückgelassen, aber sie wurden auch in Schulbussen, öffentlichen Bussen und sogar in der Stadtbahn von Jerusalem vergessen.
11দক্ষিণ ইজরায়েলীয়ের বিয়ার শেভাতে গত বুধবার, ২৭ মে, ২০১৫ তারিখে ১১৫ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রা ছিল (ছবিঃ সারা টেকোলেজ)Beer Sheva, im Süden Israels, hat am Mittwoch, den 27. Mai, mit einer Temperatur von 115 Fahrenheit einen Spitzenwert erreicht.
12গত বুধবার, ২৭ মে, ২০১৫ তারিখে রাঁধুনি হাইম কোহেনের ফেইসবুক পাতায় একটি ভিডিও পোস্ট করেন।(Image credit: Sara Teichholtz) Seitdem das Video am Mittwoch, den 27.
13এর পর থেকে এ পর্যন্ত ১৪৫,০০০ এরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন, ২০০ জনেরও বেশী মন্তব্য করেছেন, ৪,০০০ বার শেয়ার করা হয়েছে, ৩,০০০ জন মানুষ তা পছন্দ করেছেন।Mai 2015, auf Cohens Facebookseite gepostet wurde, ist es von über 145.000 Personen gesehen worden, 3.000 haben den “Gefällt mir”-Button geklickt. Es wurde 4.000 Mal geteilt und mehr als 200 Kommentare wurden abgegeben.
14পোস্টটিতে ক্যাপশন লিখা হয়েছে:Der Post besagt ganz einfach:
15(প্রতিদিন !!!(Jeden Tag!!!
16এবং আজকে আগের যেকোন সময়ের চেয়ে বেশি)Und heute mehr denn je.)
17কিছু কিছু জায়গায় গত বুধবার এই মৌসুমের সর্বচ্চো তাপমাত্রা ১১৫ ডিগ্রী ফারেনহাইট উঠেছিল (৪৬ ডিগ্রি সেলসিয়াস)।Die Temperaturen haben am Mittwoch Saisonhöchstwerte erreicht. In einigen Gegenden war das Thermometer gar bis auf 115 Grad Fahrenheit (46 Grad Celsius) geklettert.
18“রাঁধুনি হাইম কোহেনের সঙ্গে গাড়িতে রান্না” শীর্ষক ভিডিওতে রাঁধুনি কোহেন তার দর্শকদের স্বাগত জানিয়ে তাঁর “নতুন রান্নার অনুষ্ঠান” শুরু করেন।Das Video mit dem Titel “Kochen im Auto mit Küchenchef Haim Cohen”, beginnt damit, dass der Küchenchef Cohen die Zuschauer zu seiner “neuen Kochshow” willkommen heißt.
19তিনি বলছেন, “কীভাবে গাড়িতে রান্না করতে হয় … এখন তা আমি আপনাদের শেখাব।”“Ich zeige Ihnen, wie man kocht… im Auto,” sagt er.
20“সেটা ঠিক!“Ja genau!
21গাড়ীতে!Im Auto!
22এটা সাধারণ, এটা খুবই সহজ এবং চমকপ্রদ!” তিনি একটি পিজা তৈরি করতে শুরু করেন।Es ist einfach, es ist unkompliziert und es ist heiß.”
23এর জন্য একটি রান্নার পত্রকে মাখা ময়দা রেখে, সস ছড়িয়ে এবং অন্যান্য টপিংস যেমন: পনির, কর্ণ, জলপাই, মাশরুম এবং পনির যোগ করেন। তারপর একটি গাড়ীতে তিনি পিজাটি রাখেন।Er fängt an, eine Pizza vorzubereiten, indem er den Teig auf einem Blech ausbreitet, Tomatensauce darauf verteilt und Zutaten für den Belag dazugibt: Käse, Mais, Oliven und Pilze.
24এরপর শ্রোতাদের উদ্দেশে বলেন, “গাড়িতে এটা ত্রিশ মিনিট থাকবে, তারপর আমরা সেটা চেক করে দেখব।”Dann gibt er die Pizza in das Auto und sagt den Zuschauern, “Dreißig Minuten ins Auto. Dann sehen wir nach.”
25৩০ মিনিট পর তিনি যখন গাড়ীর দরজা খোলেন, ততক্ষণে পিজার তলার দিকে পুড়ে গেছে।Als er das Auto nach 30 Minuten öffnet, ist die Pizza von der Kruste bis zum Boden verbrannt.
26ভিডিওটির উপসংহারে বলা হয়েছে:Und so schließt das Video:
27প্রিয় বন্ধুরা: গ্রীষ্মে আপনাদের গাড়ী যেন ঠিক একটি চুলা।Meine lieben Freunde: Im Sommer ist das Auto genau wie ein Backofen.
28আপনাদের সন্তানদের গাড়িতে ফেলে যাবেন না, এমনকি একটি মিনিটের জন্যও নয়!Lassen sie kein Kind allein im Auto, nicht einmal für eine Minute!
29প্রত্যেক গ্রীষ্মেই শিশুদের দুর্ঘটনায় বেড়ে যাচ্ছে। ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তী দুর্ঘটনা প্রতিরোধ করুন।Jedes Mal im Sommer steigt die Anzahl der Unfälle, in denen Kinder betroffen sind, stark an. Teilen Sie dieses Video und verhindern Sie die nächste Tragödie.
30এখানে ইংরেজি ও হিব্রু সাবটাইটেলে এক মিনিটের ভিডিওটি দেখুন:Das komplette Video, auf Hebräisch mit englischen Untertiteln, ist hier zu sehen:
31টাইমস অব ইসরাইল পত্রিকাকে অভিবাদন।Ein Dank geht an: Times of Israel.