# | ben | deu |
---|
1 | উগান্ডা: ভূমিধসে শত শত লোক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে | Uganda: Erdrutsch verursacht Hunderte von Toten |
2 | পূর্ব উগান্ডাতে সোমবার (পহেলা মার্চ, ২০১০) বিকালে এক ভূমিধসের ফলে ৮০ জন নিহত আর ৩০০ জনের বেশী নিখোঁজ আছেন। | Ein Erdrutsch in Ost-Uganda tötete am Montagabend mindestens 80 Menschen und mehr als 300 werden noch vermisst. |
3 | একদিনের প্রচন্ড বৃষ্টির ফলে সংঘটিত এই ভূমিধসে, বুদুদা জেলার তিনটি গ্রাম মাটিতে ঢাকা পড়েছে আর ২০০০ এর বেশী লোক তাদের বাড়ি থেকে স্থানচ্যুত হয়েছেন। | Die von einem Tag mit starkem Regen ausgelöste Schlammlawine begrub drei Dörfer im Bududa Bezirk unter sich und vertrieb über 2000 Leute aus ihren Häusern. |
4 | বুধবার (৩রা মার্চ, ২০১০) সকাল পর্যন্ত, বেঁচে থাকা লোকের সন্ধান চলছে। | Die Suche geht auch heute am Mittwochmorgen weiter. |
5 | উগান্ডার দৈনিক মনিটর জানিয়েছে যে দেশের পুরো পূর্বাঞ্চল থেকে বন্যার খবর আসছে, যার ফলে স্কুল বন্ধ রাখা হচ্ছে আর রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। | Ugandas Daily Monitor berichtete, dass Hochwasser im gesamten östlichen Teil des Landes aufgetreten sind, Schulen geschlossen wurden und die Straßen unpassierbar sind. |
6 | বৃষ্টি চলতে থাকবে বলে মনে করা হচ্ছে, আর রয়টার জানিয়েছে যে উগান্ডার কর্তৃপক্ষ ভয় পাচ্ছে যে বন্যা আর ভূমিধসের ফলে আরো পাঁচটি জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে। | Die Regenfälle werden voraussichtlich nicht aufhören und Reuters berichtet, dass die Beamten in Uganda befürchten, weitere fünf Bezirke könnten von den Überschwemmungen und Schlammlawinen betroffen werden. |
7 | সোমবার পূর্ব উগান্ডাতে ভূমিধসের ফলে তিনটি গ্রাম মাটিতে ঢাকা পড়ে। | Erdrutsche im Osten von Uganda bedeckten am Montag drei Dörfer mit Schlamm. |
8 | ছবি ফেসবুক থেকে অ্যাপোলোর সৌজন্যে। | Foto mit freundlicher Genehmigung von Apollo bei Facebook . |
9 | উগান্ডার ব্লগার রোজবেল ভাবছেন যে সরকার মানুষকে ওই এলাকাতে সরাতে আরো বেশী কিছু কেন করেনি: | Der Uganda-Blogger Rosebell fragt sich, warum die Regierung nicht mehr getan hat, um die Menschen aus diesen Bezirken zu evakuieren: |
10 | প্রায় ৫০,০০০ মানুষ আছে, যাদের কেউ কেউ আগের আগ্নেয়গিরির ধারেকাছে আশ্রয় নিয়েছেন, যারা নিয়মিত ভূমিধসের স্বীকার হন। | Es gibt schätzungsweise 50.000 Menschen, von denen einige in unmittelbarer Nähe des erloschenen Vulkans leben, die regelmäßig den Bedrohungen durch Erdrutsche ausgesetzt sind. |
11 | প্রতি বছর বর্ষাকালে উগান্ডার এই অঞ্চলে মৃত্যু ঘটে কিন্তু একমাত্র উদ্যোগ হল মানুষকে সরানোর জন্য জাতীয় উদ্যানের সংরক্ষণ। | In jeder Regenzeit gibt es in diesem Teil von Uganda viele Todesfälle, aber die einzige Vorkehrung ist die Erhaltung des Nationalparks, um die Menschen dorthin umzuquartieren. |
12 | সরকারের তরফ থেকে আসলেই তেমন কোন উদ্যোগ ছিলনা এই মানুষদেরকে উদ্বুদ্ধ করে অন্য জীবিকার জন্য রাজি করানোতে। | Es gibt seitens der Regierung keine Bemühungen wirklich andere Wege zu finden diese Leute zu überzeugen und alternative Existenzmöglichkeiten für sie zu finden. |
13 | যে স্থানে অনেকে চাষের উপরে নির্ভর করেন সেখানে আগ্নেয়গিরির উর্বর ভূমি থেকে তাদেরকে সরানো বেশ কঠিন ব্যাপার। | In einem Gebiet, in dem viele Menschen von der Landwirtschaft abhängig sind, ist die Umsiedlung weg von den fruchtbaren vulkanischen Böden eine schwierige Entscheidung. |
14 | তাই তারা এক এক দিন করে বাঁচেন আর আশা করেন যে পরের বর্ষাকাল পর্যন্ত তারা টিকে যাবেন। | So leben sie von einem Tag zum anderen und hoffen, dass sie die nächste Regenzeit überleben werden. |
15 | মধ্য উগান্ডা থেকে, যেখানে বৃষ্টি কম বিপদজনক, গে উগান্ডা লিখেছেন: | In Zentral-Uganda, wo der Regen keine große Bedrohung ist, schreibt Gay Uganda: |
16 | যে বৃষ্টির আমি আনন্দ নিচ্ছি তা আমার মানুষের বিপদের কারন হচ্ছে। | Der Regen, über den ich mich so sehr freute, fordert von unseren Menschen einen hohen Tribut. |
17 | আমি কেবল প্রার্থনা করতে পারি। | Ich kann nur beten. |
18 | আমি বৃষ্টি ভালোবাসি, কিন্তু বৃষ্টি তার আর্শীবাদ আর বিপদ নিয়ে আসে। | Äh, du weißt, was ich meine. Ich liebe den Regen, aber der Regen kommt mit Segen und Fluch. |
19 | দারুণ ফলন খুশি হওয়ার মতো একটা ব্যাপার। | Eine Rekordernte ist etwas, worüber man glücklich sein kann. |
20 | জীবন হারানো- কিন্তু অদ্ভুত, জীবন চলতে থাকে। | Furchtbar der Verlust von Leben - aber, unglaublich, das Leben geht weiter. |