# | ben | deu |
---|
1 | হ্যাঁ, আমি ব্রা পরি, তা দেখাও যায়। তো? | Ja, ich trage einen BH und das sieht man. Na und? |
2 | সাংবাদিক নিবেদিতা এন কুমার ফেসবুকে একটি আবেগী নোট লিখেছেন। তা সবার কাছে দ্রুত ছড়িয়ে পড়েছে। | Die Journalistin Nivedita N Kumar [en] postete bei Facebook einen emotionsgeladenen Text, der sich viral verbreitet hat. |
3 | নোটটিতে তিনি পুরুষশাসিত ভারতীয় সমাজে নারীদের পোশাক ধর্ষণকারীদের প্রলোভিত করার ধারণায় চাবুক হেনেছেন। নোটের অংশবিশেষ রইলো এখানে: | Hier ist ein Auszug aus diesem kraftvollen Essay, der die Vorstellung der patriarchalischen indischen Gesellschaft [en] abkanzelt, dass die Art und Weise sich [als Frau] zu kleiden Vergewaltiger provoziert: |
4 | কেন? | Warum? |
5 | কেন আপনি তা করবেন? | Warum tust du das? |
6 | কেন আমার স্তনের দিকে তাকিয়ে থাকবেন যেন তারা আদরের শিশুর মতো আপনাকে ডাকছে? | Starrst auf meine Brüste als seien es süße Babies, die nur zum Kuscheln da sind. |
7 | আমি প্রতিবার যখন বাসে চড়ি, আপনার চোখজোড়া কেন আমাকে নগ্ন করে দেখবে? | Warum ziehst du mich in deiner Fantasie nackt aus, langsam, jedes Mal wenn ich in den Bus einsteige? |
8 | মেট্রো ট্রেনে আমি যখন বসে থাকি কিংবা পড়তে থাকি, তখন কেন জামার ফাঁক গলে আমার স্তনের আভাস দেখার চেষ্টা করবেন? | Versuchst krampfhaft, einen Blick in meinen Ausschnitt zu werfen, wenn ich in der U-Bahn sitze und lese. |
9 | আপনাকে এই অধিকার কে দিয়েছে- ভিড় বাসে আমাকে অনুভব করার? | Wer gibt dir das Recht dazu? Mich im überfüllten Bus anzugrapschen? |
10 | পপকর্ন নিয়ে সিনেমা দেখার সময়ে ‘নিষ্পাপ'ভাবে আমার গায়ে ঢলে পড়ার। | Mich “unabsichtlich” zu streifen, wenn ich im Kino in der Schlange stehe, um Popcorn zu kaufen? |
11 | আমি যখন পা ভাঁজ করে অটোতে বসে থাকি, তখন বাইক থামিয়ে আমার নগ্ন পদ ক্ষুধার্তের মতো গিলে খাওয়ার। | Wenn ich es mir im Auto im Schneidersitz bequem mache und du dein Fahrrad anhältst, um wie von Sinnen auf meine Beine zu glotzen. |
12 | আমাকে এক টুকরো মাংস মনে হয়? | Bin ich in deinen Augen nur ein Stück Fleisch? |
13 | আপনার কি ধারণা আছে এসময়ে আমার কেমন লাগে? | Was glaubst du, wie ich mich dabei fühle? |
14 | আমি ক্রমাগত ঘাড় ঘুরিয়ে পিছন দিকে দেখি। কারণ, তখন রাত ১০টা বেজে গেছে। | Wenn ich ständig über meine Schulter schauen muss, weil es zehn Uhr abends ist und außer mir niemand mehr an der Haltestelle steht, nur du. |
15 | বাসস্টপে আপনি ছাড়া আর কেউ নেই। | Starrst mir in den Nacken. |
16 | আমার ঘাড়ের দিকে আপনি স্থিরদৃষ্টিতে তাকিয়ে আছেন। নিবেদিতা কুমারের নোট ফেসবুকে ৩৫ হাজারের বেশি বার শেয়ার হয়েছে। | Dieser Beitrag wurde mehr als 35.000 mal geteilt [en] und nachdem er von The Logical Indian weiterverbreitet worden ist, bekam er dort bis heute über 260.000 “Gefällt-mir-Angaben” [en] und wurde erneut von 64.000 Nutzern geteilt. |
17 | লজিক্যাল ইন্ডিয়ান নামের একজন শেয়ার করার পর সেখানে ২ লক্ষ ৬০ হাজার জনের বেশি লাইক দিয়েছেন এবং ৬৪ হাজার বারের বেশি শেয়ার হয়েছে। | |