# | ben | deu |
---|
1 | পেরু: কুস্কো অঞ্চলে নতুন করে বন্যা | Peru: Neue Überschwemmungen in der Cusco Region |
2 | যখন মনে হচ্ছিল যে পেরুর কুস্কো আর অন্যান্য এলাকার বৃষ্টি আর বন্যা নিয়ন্ত্রণে এসে পরিস্থিতির উন্নয়ন হচ্ছে, তখনই পহেলা মার্চ এ প্রবল বর্ষণ আর একটা নদীর পানি বৃদ্ধি করেছে। | Als man schon glaubte, dass die in Cusco, Peru und seiner Umgebung durch Regenfälle und Überschwemmungen verursachte Katastrophe sich verbessert hätte, verursachten starke Regenfälle [es] am 1. März, dass noch ein weiterer Fluss über die Ufer trat. |
3 | কুস্কো অঞ্চলের কাল্কা প্রদেশের তারায় জেলায় কুয়েসেরমায়ো নদী উপচিয়ে ৭ জন নিহত, অনেকে আহত আর এলাকার ৮০% বাড়ি বন্যায় কবলিত হয়েছে। | Der Überlauf des Quesermayo Flusses im Bezirk Taray, Calca Provinz in der Region Cusco verursachte 7 Tote, viele Verletzte und die Überflutung von 80% aller Häuser in diesem Bezirk[es]. |
4 | এর ফলে কুস্কো আর পিসাকের মধ্যকার মহাসড়কও আক্রান্ত হয়েছে। | Das wirkte sich auch auf die Straßenverbindung zwischen Cusco und Pisac aus. |
5 | এই বন্যার সাথে আগের বন্যার পার্থক্য হল যে আগের থেকে সাহায্য মনে হল দ্রুত আর বিপর্যয়ের দিনেই পৌঁছেছে, জ্বালানী আর খনি মন্ত্রী খাদ্য সাহায্য হিসাবে ৩ টন খাদ্য সাথে নিয়ে আসেন। | Was diese Überschwemmung von derjenigen der Vergangenheit unterscheidet, ist, dass Hilfe wesentlich schneller eintraf. Am selben Tag der Katastrophe schickte das Ministerium für Energie und Bergbau 3 Tonnen Nahrungsmittelhilfe [es]. |
6 | ছবি মার্কো মোস্কোসোর তোলা। অনুমতি নিয়ে ব্যবহৃত | Foto von Marco Moscoso und mit Genehmigung verwandt |
7 | তবে শোনা যাচ্ছিল যে অন্যান্য গ্রাম যেমন চুয়া আর ইয়াকারপেও আক্রান্ত হয়েছে আর কুস্কোর অন্যান্য জেলাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে যেমন সান জেরোনিমো, সান সেবাস্টিয়ান, আন্টা, জুরিতে, লিমাতাম্ব ও লামায়। | Es wurde allerdings auch berichtet, dass noch andere Dörfer betroffen waren [es], wie Cuya und Yacarpay, und in anderen Distrikten von Cusco, wie San Sebastián, San Jerónimo, Anta, Zurite, Limatambo und Lamay wurde der Notstand ausgerufen. |
8 | আগের দুর্যোগের সময়ে যেমন হয়েছিল, টুইটারের মাধ্যমে বেশীরভাগ সংবাদ আর ছবি এসেছে যে কি ঘটছে। | Wie schon bei der vorangegangenen Katastrophe wurde ein Großteil der Nachrichten und Bilder von dem, was geschehen war, über Twitter verbreitet. |
9 | মার্কো এ. | Marco A. |
10 | মোস্কোসো (@মারকোপাঙ্ক): | Moscoso (@ markopunk): |
11 | নদী উপচিয়ে কাল্কার তারায়তে বন্যা হয়েছে রিতা এ. | Taray in Calca wurde adurch den Fluss-Überlauf überschwemmt. |
12 | বি. (@রিতাপোসা): | Rita A.B (@ritaposa): |
13 | কুস্কোতে বৃষ্টির ভয় থেকেই যাচ্ছে। | In Cusco drohen weitere Regenfälle. |
14 | গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে আর সমস্যা আবার শুরু হয়েছে, অনেক বাচ্চা স্কুলে যেতে পারবে না। | Gestern regnete es die ganze Nacht und die gleichen Probleme traten wieder auf, viele Kinder werden nicht in die Schule gehen. |
15 | জেভিয়ার মুরিলো চে. (@ জাতাজ৮): | Javier Murillo Ch. (@ jataz8): |
16 | কুস্কো-পিসাক সড়ক থেকে ফিরছি, ৩০ কিমির বেশী যাওয়া যায় না, দেখে বোঝা যাচ্ছে যে তারায় সম্পূর্ণভাবে বন্যা কবলিত। | Auf der Rückkehr von der Cusco-Pisac Straße ist es unmöglich, an dem Kilometer 30 vorbeizukommen. Vom Aussichtspunkt kann man sehen, dass Taray völlig überschwemmt ist. |
17 | যদিও কিছু পথ বন্ধ ছিল, এল কামিনেরিতো ব্লগের মোস্কাসো এসে কিছু ছবি তুলতে পেরেছিলেন, যার কিছু টুইটপিকে পোস্ট করা হয়। | Auch wenn viele Wege blockiert waren, gelang es Moscoso vom Blog El Caminerito [es] dorthin zu gelangen und ein paar Fotos zu machen, von denen einige bei Twitpic zu sehen sind. |
18 | তিনি ভিডিও ধারন করেন যেটা কুস্কোতে এসে তার ব্লগে আপলোড করেছিলেন: | Er nahm auch ein Video auf und hat es, nachdem er nach Cusco zurückgekehrt war, auf seinen Blog hochgeladen: |
19 | পেরুর সেনাবাহিনীর সাহায্যে আজকে পরিচ্ছন্নতা অভিযান চালান হয়, আর এটা শুরু হয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের রেজিস্ট্রি করে আর একই সাথে খাদ্য বিতরন করে। | Mit Unterstützung der peruanischen Armee wurde heute mit den Aufräumarbeiten begonnen, die Opfer wurden registriert und gleichzeitig wurden Nahrungsmitteln verteilt. |
20 | পিসাক হয়ে কুস্কো ফেরার পথে সান সালভাদোর মহাসড়কে মরো ব্লাঙ্কো পাহাড় থেকে ভূমিধসে এটা বন্ধ ছিল দেখা যায়, আর এটা পার হতে মাঠ আর কাদার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। | Nach der Rückkehr nach Cusco über die Pisac - San Salvador Autobahn konnte man von dem Hügel Morro Blanco aus sehen, dass die Straße durch einen Erdrutsch blockiert war, und um sie zu überqueren musste mach durch Felder und Schlamm laufen. |
21 | তিনি প্রেন্সা কন্তাক্টো ব্লগে একটি ভিডিও দিয়েছেন: | Er trug auch zu einem Video bei dem Blog Prensa Contacto [es] bei: |
22 | প্রেন্সা কন্তাক্টো ব্লগে তারা কালসা এলাকার মেয়র চিরিয়াকো কোন্ডোরির ভাষ্য তুলে ধরতে পেরেছেন: | In dem oben erwähnten Blog ‘Prensa Contacto' [es] war es ihnen möglich gewesen, Erklärungen von Ciriaco Condori, dem Bürgermeister der Calca Provinz, aufzunehmen: |
23 | আমাদের প্রতিরোধের সংস্কৃতির অভাব ছিল, আর এটা হঠাৎ করে আমাদের সাথে হয়েছে। | Uns fehlte eine Kultur der Prävention, und das ist uns dann ganz plötzlich passiert. |
24 | আমরা পিসাকের মেয়রের সাথে আলোচনা করছি তাদের এলাকায় কয়েকটা আক্রান্ত পরিবারকে সরানোর। | Wir verhandeln mit dem Bürgermeister von Pisac, um die betroffenen Familien auf Ländereien in seinem Gebiet umzusiedeln. |
25 | কেন্দ্রীয় সরকারকে কার্যকরভাবে মিউনিসিপালিটির জন্য ভারী মেশিনারি কেনার অনুমতি দিতে হবে। | Die Zentralregierung sollte effektiv den Kauf von schweren Maschinen für die Gemeinden autorisieren. |
26 | পরিশেষে, এল পেন্সাদোর (চিন্তাবিদ) ব্লগের জাভিয়ার মুরিলো, যিনি বন্যার জন্যে তারায়তে পৌঁছাতে পারেননি, তার ব্লগে আপলোড করেছেন ক্ষতিগ্রস্ত কুস্কো-পিসাক মহাসড়কের ছবি আর ভিডিও: | Zum Schluss einige Fotos und Videos über die Situation der Cusco-Pisac Autobahn, die ebenfalls unter den Unbilden der Natur zu leiden hatte, von Javier Murillo vom Blog El Pensar [es] (Der Denker), dem es unmöglich war, nach Taray zu fahren: |
27 | অনুবাদে সহায়তা করেছেন এডুয়ার্ডো আভিলা | Translation by Eduardo Ávila |