# | ben | deu |
---|
1 | সৌদি আরব: নায়েফের মৃত্যুতে প্রতিক্রিয়া | Saudi Arabien: Reaktionen auf Nayefs Tod |
2 | সৌদি আরবের সিংহাসনের উত্তরাধিকারী এবং স্বরাষ্ট্র মন্ত্রী যুবরাজ নায়েফ বিন আবদুলআজিজ আল সাউদ, যার বয়স হয়েছিল ৭৮ বছর, তাকে আজ মৃত ঘোষণা করা হয়েছে। | Gestern wurde der Tod von Saudi Arabiens Kronprinz und Innenminister Nayef bin Abdulaziz Al Saud bekannt gegeben. |
3 | নেট নাগরিকরা এই সংবাদে তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করেছে। | Er wurde 78 Jahre alt. Netzbürger reagierten auf die Neuigkeit. |
4 | মিশরীয় ব্লগার মাহমোদ সালেম উল্লেখ করেছে: | Der ägyptische Blogger Mahmoud Salem merkt an: |
5 | @স্যান্ডমাঙ্কি: এই অঞ্চলে, মিশরের নির্বাচনের চেয়েও যুবরাজ নায়েফর মৃত্যু অনেক বেশী প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। | @Sandmonkey: Der Tod von Prinz Nayef hat viel mehr Auswirkungen auf die Region als unsere Wahlen. |
6 | সৌদিতে যে ক্ষমতার খেলা চলছে তা এখন ব্যাপক। তিনি এর সাথে যোগ করেছেন: | Die Machtspiele, die jetzt in Saudi stattfinden, sind enorm. |
7 | @@স্যান্ডমাঙ্কি: দারুণ। | und fügt hinzu: |
8 | সৌদি আরব এখন অনুবাদ সঙ্কটে ভুগবে। তবেও আমি ঠিক নিশ্চিত নই যে সৌদি নাগরিকরা কি এই চিন্তায় বেদনার্ত যে নায়েফ তাদের শাসন করতে পারবে না। | @Sandmonkey: Wow, Saudi steht nun vor einer Übergangskrise, obwohl ich nicht wirklich sicher bin, ob die Menschen traurig darüber sein werden, dass Nayef sie nicht regieren wird. |
9 | মৌরতানিয়ার নাগরিক নাসের ওয়েড্ড্যাডি মন্তব্য করেছেন : | Der Mauretanier Naser Weddady kommentiert: |
10 | @ওয়েড্ড্যাডি: সিংহাসানের উত্তরাধিকারী যুবরাজ নায়েফ পশ্চিমের দ্বৈততার মাঝে নিজেকে আবদ্ধ করে ফেলেছিল, তিনি সন্ত্রাসবাদীদের প্রতি কঠিন অবস্থান গ্রহণ ছিলেন, যাদের তিনি সৃষ্টি করেছিলেন, তাদের তিনি অর্থ প্রদান করতেন এবং ভালবাসতেন, আবার মানবাধিকারের প্রতি তিনি ছিলেন কঠোর। | |
11 | # সৌদি এবং চাথাম হাউজের, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক উর্ধ্বতন গবেষক, জেন কিননিনমোন্ট উল্লেখ করেছেন: | @weddady: Kronprinz Nayef verkörperte das westliche Paradoxon: hart für Terroristen, die er erschuf, gründete und liebte; verhängnisvoll für Menschenrechte #Saudi |
12 | @জেনকিননিনমোন্ট: যুবরাজ নায়েফ বাহারাইন এবং ইয়েমেন বিষয়ক সৌদি নীতির চালিকা শক্তি ছিলেন। | Und die wissenschaftliche Mitarbeiterin von Chatham House aus dem Programm Mittlerer Osten und Nordafrika, bemerkt: |
13 | (সৌদি আরবের প্রতিবেশী হিসেবে, এই দুটি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়াবলী আংশিকভাবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে থাকে)। | @janekinninmont: Prinz Nayef wurde als treibende Kraft hinter der saudischen Politik zu Bahrain & Yemen gesehen (so nah, dass sie zum Teil als Angelegenheit des Innenministeriums gesehen werden) |
14 | ভদ্রমহিলা এর সাথে যোগ করেন: | Sie fügt hinzu: |
15 | @জেনকিননিনমোন্ট: সৌদি নীতিতে দ্রুত কোন পরিবর্তনের আশা করবেন না; এটা এক ধরনের সতর্কতা, এই সব নীতি পারিবারিক চৈতন্যে দ্বারা নির্মিত এবং এই বিষয়ে এখনো অনেক কঠিন বাস্তবতা রয়েছে। দয়া করে তা উপলব্ধি করুন। | @janekinninmont: Erwartet keine unmittelbaren Veränderungen in der saudischen Politik; sie ist vorsichtig, und wird durch familiäre Konsensusbildung charakterisiert & hat viele Hardliner, die sie zufriedenstellen müssen |
16 | সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সুলতান আল কাসেমি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন: | Der UAE Nachrichtenkommentator Sultan Al Qassemi erinnert uns: |
17 | @সুলতানআলকাসেমি : ২০১১ সালের অক্টোবরে যুবরাজ সুলতানের মৃত্যুর পর, নায়েফ হচ্ছে সিংহাসনের উত্তরাধিকারী দ্বিতীয় যুবরাজ যিনি কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলেন। | @SultanAlQassemi: Nayef ist der zweite Kronprinz der im Amt verstorben ist, nachdem Prinz Sultan im Oktober 2011 starb |
18 | এবং আমজাদ সালিম রসিকতা করেছেন: | Und Amjad Saleem scherzt: |
19 | @কর্পোরেটসুফি: মনে হচ্ছে সৌদি সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ হবার মাঝে কিছু পেশাদারী সমস্যা রয়েছে। | @corporatesufi: sieht so aus als gäbe es einige Berufsrisiken als Kronprinz in Saudi. |
20 | দ্বিতীয় মৃত্যুর আগে হয়ত সে দ্বিতীয়বার চিন্তা করবে। | Könnte er nach dem zweiten Tod noch einmal darüber nachdenken? |
21 | এদিকে রাজা আসলান টুইট করেছে : | Währenddessen twittert Raza Aslan: |
22 | @রেজাআসলান: মনে হচ্ছে সৃষ্টিকর্তা # সৌদিআরবের সম্ভাব্য বাদশা হিসেবে নায়েফকে খারিজ করে দিয়েছে, উগ্র মনোভাবাপন্ন সিংহাসনের উত্তরাধিকারী সৌদি যুবরাজ গতকাল মৃত্যুবরণ করেছেন। | @rezaaslan: Sieht so aus als hätte Gott sich entschlossen, #SaudiArabien die Möglichkeit eines Königs Nayef zu ersparen. Der ultra-hardline Kronprinz ist gestern gestorben. |