# | ben | deu |
---|
1 | আর্জেন্টিনা: পোমার পরিবারে ঘটা বিয়োগান্তক ঘটনা | Argentinien: Die Tragödie der Familie Pomar |
2 | ডিসেম্বরের প্রথম সপ্তাহে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলো বেশ বড় করে উল্লেখ করে পোমার পরিবারে হারিয়ে যাবার ঘটনা। | In den letzten Wochen berichteten die argentinischen Medien ausführlich über das Verschwinden der Familie Pomar. |
3 | গত ১৪ই নভেম্বর, ফেরনান্ডো পোমার ও তার স্ত্রী গ্যাব্রিয়েল ভিয়াগ্রাম এবং তাদের দুই সন্তান কান্দেলারিয়া ও পিলার, পারগামিনো শহরের রাস্তায় গাড়িতে করে ভ্রমণ করছিল। পারগামিনো শহর দেশটির রাজধানী বুয়েনোস আয়ার্স থেকে ২২০ কিলোমিটার দুরে অবস্থিত। | Am 14. November waren Fernando Pomar, seine Frau Gabriela Viagrán und ihre beiden Kinder Candelaria und Pilar mit dem Auto in die 220 km von Buenos Aires entfernt liegende Stadt Pergamino unterwegs und verschwanden, nachdem sie eine Zahlstelle passiert hatten. |
4 | একটি টোল বা শুল্ক তোলার স্থান পার হবার পর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ এবং প্রচার মাধ্যম উভয়ে এই হারিয়ে যাওয়া পরিবার সম্বন্ধে বিভিন্ন ধারণা প্রদান করছিল। | Sowohl die Polizei als auch die Medien konstruierten verschiedene Hypothesen über das Verschwinden der Familie, von denen viele den Vater, Fernando Pomar, verantwortlich machten und als möglichen Mörder ausmachten. |
5 | এই সব ধারণার মধ্যে ছিল খুনী হিসেবে এই পরিবারের প্রধান ফার্নার্ন্ডো পোমারকে অভিযুক্ত করা। | Am 8. Dezember wurde das Auto in der Nähe der Stadt Pergamino überschlagen neben der Straße gefunden. |
6 | তাকে এই পরিবারের নিহত হবার জন্য দায়ী করা হয় এবং পরিবারিক এক খুনের ঘটনায় তাকে সম্ভাব্য খুনী হিসেবে বিবেচনা করা হয়। | Alle Familienmitglieder wurden tot aufgefunden,wie die Zeitung El Clarín [es] berichtete. |
7 | গত ৮ ডিসেম্বর, পারগামিনো শহরের এক রাস্তার পাশে গাড়িটি উল্টানো অবস্থায় পাওয়া যায়। সংবাদপত্র এল ক্লারিন [স্প্যানিশ ভাষায়] জানায়, পরিবারের সকল সদস্যকে গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। | Die Polizei gab an, der Grund dafür sei ein Autounfall gewesen: Das Auto überschlug sich, als es aus einer Kurve flog. |
8 | পুলিশ জানায় মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনা: গাড়িটি একটি বাঁক পার হতে না পেরে উল্টে যায়। রাস্তার পাশের জমি এড়াতে গিয়ে এই অবস্থার সৃষ্টি হতে পারে যা শীঘ্রই জানা যাবে। | Das hohe Gras neben der Straße ist ein möglicher Grund dafür, dass der Wagen nicht früher entdeckt wurde. |
9 | পুলিশের এই রহস্য উদ্ঘাটন শেষে, আর্জেন্টিনার নেট নাগরিকরা মূলত: দু'টি বিষয় নিয়ে আলোচনা করেছে। | Nach dieser Erkenntnis der Polizei, wurden hauptsächlich zwei Themen in der argentinischen Community diskutiert. |
10 | প্রথমটি হচ্ছে পুলিশের অদক্ষতা। | Das erste war die Ineffizienz der Polizei. |
11 | টুইটারে “#পোমার” [স্প্যানিশ ভাষায়] হ্যাসটাগে -এ খুঁজে যে কেউ আবিষ্কার করতে পারে যে বুয়েনোস আয়ার্স প্রদেশের পুলিশের এই রহস্য উদ্ঘাটনের অদক্ষতা নিয়ে প্রচুর মতামত এসেছে। | Auf Twitter findet man under dem Hashtag „#pomar“ [es] viele Meinungen zum fehlenden Vermögen der Polizei der Provinz Buenos Aires ihr Fälle zu lösen. |
12 | ব্যবহারকারী @লা_ডেসপিসটাডা [স্প্যানিশ ভাষায়] লিখেছেন: | User @la_despistada [es] schreibt: |
13 | সেই একই পুলিশ যারা পোমারের ঘটনা তদন্ত করে দেখেছে, যারা নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই করে, তারাই আমাদের রক্ষার দায়িত্বে নিয়োজিত??? | Die gleiche Polizei, die den Fall Pomar untersuchte, ist diejenige, die die Unsicherheit bekämpft und uns schützen soll???. |
14 | # পোমার | #pomar |
15 | একই সাথে ব্যবহারকারী ক্রিস্টিয়ান৪উক্স [স্প্যানিশ ভাষায়] বিষয়টি আমাদের জানাচ্ছে [স্প্যানিশ ভাষায়]: | User christian4oux [es] schreibt außerdem: |
16 | এটা জানার মধ্যে দিয়ে এক নির্জীব অনুভূতি ঢুকে যায় তা হল, যে প্রতিষ্ঠান আমাদের নিরাপত্তা প্রদান করার কথা, সেটি দুর্নীতিবাজে ভরা এবং অযোগ্য #পোলিসিয়া# পোমার। | die Unfähigkeit, die ich fühle, dadurch, dass ich weiß, dass die Institution, die uns „Sicherheit“ bietet, so korrupt und incompetent ist #policía #pomar |
17 | ব্লগার জেএসএকে-এসডিএই-র [স্প্যানিশ ভাষায়] পক্ষে বিশ্বাস করা কঠিন যে এই গাড়িটিকে খুঁজে বের করতে ২৪ দিন সময় লেগেছে: | Für Blogger JSK-SDE [es] ist es schwer zu glauben, dass es 24 Tage gedauert hat, das Auto zu finden: |
18 | [পারগামিনোতে যাবার রাস্তা] এই রাস্তাটাকে অন্যতম এক ব্যস্ত রাস্তা হিসেবে জানা যায়, এর কাছে অনেকগুলো স্থাপনা রয়েছে। সেখানে কেউ কিছু দেখে নি বা কোন কিছু অনুভব করে নি? | Es ist bekannt, dass [die Straße nach Pergamino] viel befahren ist, es gibt viele Unternehmen in der Nähe der Straße, niemand will etwas gesehen oder ein Gefühl gehabt haben? |
19 | এটা বিশ্বাস করা কঠিন, ২৪ দিন ধরে কেউ কিছুই দেখে নি বা কোন কিছু অনুভব করে নি, এটা ভাবা সত্যিই খুব কঠিন। | Es ist schwer zu glauben, 24 Tage ist zu lange dafür, dass niemand etwas gesehen oder gefühlt hat. |
20 | ব্লগ সোয় মাস ডে লো মিসমো [স্প্যানিশ ভাষায়] এবং ভিসুয়ালমেন্তে [স্প্যানিশ ভাষায়] নিরাপত্তাহীনতার বিষয়ে আলোচনায় যোগ দিয়েছে। | Die Blogs Soy Más de lo Mismo [es] und Visualmente [es] beteiligten sich ebenfalls and der Unsicherheitsdiskussion. |
21 | অন্য যে মূল বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা হল প্রচার মাধ্যমের দক্ষতা। | Bei dem anderen Hauptthema ging es um die Leistung der Medien. |
22 | টেলিভিশনের অনুষ্ঠান ও সংবাদ মাধ্যম উভয়ে এই পরিবার সম্বন্ধে সব রকমের তত্ত্ব তৈরি করেছে। | Sowohl Fernsehshows als auch Zeitungen enthüllten alle möglichen Theorien über die Familie. |
23 | মাগিয়া ক্রিটিকায় [স্প্যানিশ ভাষায়] আলেজান্দ্রো আগোসটিনেলি প্রচার মাধ্যমের কথা বলছে, যারা এই বিষয়ে আলোচনা করতে গিয়ে এক “মানসিক বিকারকে” তুলে ধরেছে। | Auf Magia Crítica [es], spricht Alejandro Agostinelli über die Medien, die „Hellseher“ zur Diskussion des Falls heranzogen: |
24 | প্যারাসাইকোলজিস্ট (অধিমনোবিজ্ঞান) বা ক্লারিভিয়ন্টরা (যারা অস্বাভাবিক ঘটনা বা অতিপ্রাকৃত শক্তি নিয়ে কাজ করে) বলছেন যে গাড়ীর আরোহীরা এখনও জীবিত। | Parapsychologen und Hellseher sagten, sie seien am Leben. Ufologen sprachen von Teleportation. |
25 | ইউফোলজিস্ট বা (ইউএফও ) রহসম্যয় উড়ন্ত বস্ত নিয়ে যারা গবেষণা করেন, তারা বলছে যে তাদের টেলিপোর্টেশন (সায়েন্স ফিকশনে এই শব্দটি ব্যবহার করা হয়, এক জায়গা থেকে কোন যান ছাড়াই ভিন্ন স্থানে পাঠিয়ে দেবার প্রক্রিয়া) করা হয়েছে বা ভিন্ন কোন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। | |
26 | যারা অপরাধ বিজ্ঞান বিষয়ে বিশেষজ্ঞ তারা পিতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। | Kriminalexperten hegten einen Groll gegen den Vater. |
27 | অথবা তারা পরিবারের পিতার যিনি পিতা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। | Oder gegen den Vater des Vaters. |
28 | এখন আমরা জানি যে পোমার পরিবারের সবাই এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। | Jetzt wissen wir, dass die Familie Pomar bei einem Autounfall ums Leben kam. |
29 | টুইটারে, ব্যবহারকারী ড্যানিয়েল মোলিনা [স্প্যানিশ ভাষায়] বলছেন: | Auf Twitter, schreibt User Daniel Molina [es]: |
30 | পোমার পরিবারের ঘটনা আর্জেন্টিনার সংবাদিকতার গুরুত্বের অবস্থান নির্ধারণ: সেখানে তারা যা বলেছিল তার সবই ছিল মিথ্যায় ভরা, যা ঘটনার প্রচণ্ডতা কমাতে কোন সাহায্য করে নি। | Der Fall Pomar ist der Seriositätsindex des argentinischen Journalismus: Alles was sie gesagt haben war Lüge, keine mildernden Umstände. |
31 | এই বিষয়ে প্রচার মাধ্যমে দেওয়া বিভিন্ন সংবাদ পাওয়া যাবে ব্লগ লা পুনটা পিটুকা [স্প্যানিশ ভাষায়] এবং লস লানজালামাস-এ [স্প্যানিশ ভাষায়]। | Mehr über die Berichterstattung der Medien ist auf den Blogs La Puta Pituca [es] und Los Lanzallamas [es] zu finden. |
32 | সেগুরিদাদ ভিয়াল-এ [স্প্যানিশ ভাষায়], তারা অন্য একটি বিষয়ের উপর মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছে: আশা করা যায় এই ঘটনা, রাস্তায় টহলরত নিরাপত্তা পুলিশের কাজের মান উন্নত করবে। | Auf Seguridad Vial [es] wird lieber einem anderen Thema Aufmerksamkeit geschenkt: Der Fall wird hoffentlich dazu beitragen, die Sicherheit auf den Straßen zu verbessern. |
33 | আশা করা যায় এই মৃত্যু বৃথা যাবে না এবং এখন এই ঘটনার সমাধান হয়েছে- বেদনাদায়ক ভাবে, যদিও এমন এক ঘটনা যা “বিক্রি” করার মত নয়-তারপরেও এই ঘটনা ভুলে যাবার নয়। | Hoffentlich waren diese Todesfälle nicht umsonst und jetzt, da der Fall aufgeklärt ist - mit tragischem Ende, obwohl eines das sich nicht „verkauft“ - wird er nicht in Vergessenheit geraten. |
34 | চলুন আমরা এক আশায় বুক বাঁধি যে, আমাদের প্রচার মাধ্যমের সহকর্মীরা এই বিষয়ে যা লিখেছে এবং বলেছে, তা বৃথা, রাস্তায় আরো নিরাপত্তার দাবি পূরণ করা হবে, এই ঘটনায় বলা যায়, এটি কখনই সময়ের অপচয় নয়। | Hoffen wir, dass die Kollegen von der Presse, die so viel umsonst geschrieben und gesagt haben, nun die Spalten mit Forderungen nach mehr Sicherheit auf den Straßen füllen werden, etwas, das nie oft genug erwähnt werden kann. |