# | ben | deu |
---|
1 | অনলাইনে হুমকি পাবার পরে ইস্তাম্বুলের বাড়িতে ছুরিকাহত হলেন সিরিয়ান ব্লগার | |
2 | গত রাতে নিজ বাড়িতে ছুরিকাহত হওয়ার পর ইস্তাম্বুলের একটি হাসপাতালে চিকিৎসা নিলেন ব্লগার আসাদ হান্না। | |
3 | আসাদ হান্নার ফেসবুক পেজ থেকে ছবিটি নেয়া হয়েছে। | Syrischer Blogger nach Onlinedrohungen in seiner Istanbuler Wohnung angegriffen |
4 | সিরিয়ান ব্লগার, সাংবাদিক এবং গ্লোবাল ভয়েসেস-এর লেখক আসাদ হান্না গত রাতে তুরস্কের ইস্তাম্বুলের নিজ বাড়িতে ছুরিকাহত হয়েছেন। | |
5 | দুষ্কৃতকারী তার পেটে চারবার ছুরিকাঘাত করে। | Der Blogger Asaad Hanna wird in einem Istanbuler Krankenhaus behandelt, nachdem er heute in seiner Wohnung angegriffen wurde. |
6 | হান্না ফেসবুকে লিখেন: | Foto: Asaad Hannas Facebookseite |
7 | গত রাতে আমি আমার বাড়িতে আক্রান্ত হয়েছিলাম। একজন অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি আমার পেটে চারবার ছুরি মেরেছে। | Der syrische Blogger und Journalist Assad Hanna, der auch für Global Voices schreibt, wurde in der letzten Nacht in seiner Istanbuler Wohnung angegriffen. |
8 | হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে মাত্রই বাড়ি ফিরেছি। | Er erlitt vier Stichverletzungen im Bauch. |
9 | আমি কারো বিরুদ্ধেই অভিযোগ করছি না। | Auf Facebook berichtet Hanna, der online verschiedene Drohungen erhalten hatte : |
10 | তবে এও বলতে পারছি না যে আততায়ী কাকতালীয়ভাবে আমার দরজায় এসেছিল, আমাকে আঘাত করেছিল। | Ich wurde letzte Nacht in meiner Wohnung von einer unbekannten Person angegriffen, die mich vier Mal mit einem Messer in den Bauch stach. |
11 | আমার বাড়ি থেকে কিছুই চুরি যায়নি। | Ich wurde im Krankenhaus behandelt und gerade entlassen. |
12 | তাছাড়া এর আগে আমি বিভিন্ন জায়গা থেকে হুমকি পেয়েছিলাম। আমি এখন ভালো আছি। | Ich beschuldige niemanden, aber ich kann auch nicht von einem Zufall ausgehen, da der Angreifer an die Tür klopfte, mich angriff und nichts Wohnung aus der gestohlen hat. |
13 | পুলিশের কাছে অভিযোগ দাখিল করেছি। | Ich wurde kürzlich von verschiedenen Seiten bedroht. |
14 | হান্না হোমসের বাসিন্দা। মানবাধিকারকর্মী। | Mir geht es gut und ich habe Anzeige erstattet. |
15 | সিরিয়ায় যুদ্ধ শুরু হলে সেখান থেকে তুরস্কে পালিয়ে আসেন। এখন ফ্রিল্যান্স সাংবাদিকতা করছেন। | Hanna, aus Homs, ist zudem ein Menschenrechtsaktivist und arbeitete als freier Journalist nachdem er aus seiner vom Krieg erschütterten Heimat geflüchtet ist. |