# | ben | deu |
---|
1 | জাপানে স্মরণকালের সবচেয়ে বড় মাপের ভূমিকম্প | Das schwerste Erdbeben in Japans Geschichte |
2 | এই পোস্টটি ২০১১ সালে জাপানে ভূমিকম্প নিয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Dieser Beitrag ist Teil unserer speziellen Berichterstattung Japan Earthquake 2011. |
3 | জাপানে ভূমিকম্পের ছবি @মিটসু_১০২৪ এর সৌজন্যে | Foto vom Erdbeben am 11. März in Japan von @mitsu_1024 (via wikitree.co.kr) |
4 | ১১ই মার্চ ২০১১ শুক্রবার জাপানের স্থানীয় সময় ২:৪৬:২৩ এ ৮. ৯ মাপের একটি ভূমিকম্প আঘাত হানে যা দেশটির স্মরণকালে সবচেয়ে বড় মাপের ভূমিকম্প। | Am Freitag, den 11. März 2011 um 14:46:23 Ortszeit brach in Japan ein Erdbeben der Stärke 8,9 aus, das größte in der Geschichte des Landes. |
5 | এখানে রয়েছে কয়েকটি অনলাইন টুল যা ব্যবহার করে লোকেরা তাদের পরিচিত বা আত্মীয় স্বজনের খোজ নিচ্ছে: | Hier sind ein paar Online-Ressourcen, die die Leute benutzen, um miteinander in Kontakt zu treten: |
6 | জাপানের টুইটার জগৎে #sendai (সেন্দাই) and #jishin (জিনশিন) নামক হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে। | Die in der japanischen Twittersphäre benutzten Hashtags sind #sendai und #jishin. |
7 | #prayforjapan (জাপানের জন্যে প্রার্থনা কর) ব্যবহার করা হচ্ছে ইংরেজী ভাষায় প্রার্থনা পাঠানোর জন্যে। | #prayforjapan wird benutzt, um Gebete in englischer Sprache in die Twitterspäre zu senden. |
8 | টুইটারে অনেকে শান্ত থাকার চেষ্টা করেছে এবং উপদেশ দেবার চেষ্টা করছে বিশেষ করে যাদের হানশিন ভূমিকম্প বা চুয়েৎসু ভূমিকম্পের/a> অভিজ্ঞতা আছে তারা। | Viele Menschen versuchen über Twitter ruhig zu bleiben und Ratschläge zu vergeben, besonders aufgrund gemachter Erfahrungen von dem großen Schweren Hanshin Erdbeben oder dem Chuetsu Erdbeben. |
9 | @asahi_chousa (আশাহি_চুশা): | @asahi_chousa: |
10 | একজন বিদ্যুৎমিস্ত্রির উপদেশ: আপনাদের সার্কিট ব্রেকার বন্ধ করে দিন, বিশেষ করে যদি আপনাদের অঞ্চলে বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়ে থাকে। | Bitte RT! Hinweis eines Elektrikers: Bitte den Leistungsschalter abschalten, wenn er in einem Gebiet ist, wo die Elektrizität ausgefallen ist. |
11 | বিদ্যুৎ আসলে একটি একটি করে সার্কিট ব্রেকারগুলো চালু করুন। | Wenn der Strom wieder bereitsteht, einem nach dem anderen der kleinen Leistungsschalter wieder einschalten. |
12 | শর্ট সার্কিট চলতে থাকলে জোর করবেন না - সক্ষম কাউকে ডাকুন। | Wenn der Kurzschluss weiterhin besteht, keine Gewalt anwenden, sondern nur einen Elektriker um Hilfe bitten. |
13 | বিদ্যুৎের শর্টসার্কিট থেকে আগুন লাগা থেকে বিরত থাকুন। | Versuchen Sie Feuer durch Austreten von Elektrizität zu vermeiden. |
14 | @take23asn (টেইক ২৩এএসএন): | @take23asn: |
15 | @টেইক ২৩এএসএন “কি করে ক্যাবিনেটের নিচে চাপা পরা মানুষদের উদ্ধার করবেন: ক্যাবিনেটের তিন দিক - উপর, নীচে আর সামনে মজবুত থাকে। | @take23asn “Wie rettet man Menschen, die unter einem Schrank gedrückt wurden: Die soliden Wände eines Schrankes sind vorne, an den Seiten und oben. |
16 | তবে পেছনটা পাতলা বোর্ড দিয়ে তৈরি। | Die Rückseite besteht aus einem dünnen Brett. |
17 | লাথি দিয়ে সেই পাতলা বোর্ড ভাঙ্গুন এবং ড্রয়ার গুলো বের করে ফেলে আপনি সহজেই উদ্ধার করতে পারবেন আটকা পড়া মানুষকে। | Das dünne Brett eintreten, sodass Sie alle Schubladen herausziehen und den Schrank leicht auseinandernehmen können. @Grpa_Horiuch: |
18 | @Grpa_Horiuch (জিআরপিএ হরিআচ): | [Dringend] Bitte alle diejenigen die Hand hochheben, die einen Gebärdendolmetscher brauchen. |
19 | [জরুরি] এখুনি জানান কার সাইন ল্যাঙ্গুয়েজ জানা দোভাষী লাগবে। এই লিন্ক অনুসরণ করুন http://t.co/KQPhc1r এবং এনএইচকে সংবাদ দেখুন। | Klicken Sie den folgenden Link: http://t.co/KQPhc1r und sehen Sie sich die NHK-Sendung “Listen with your eyes TV broadcast” (Hören Sie mit Ihren Augen TV-Sendung) an. |
20 | @hibijun (হিবিজুন): | @hibijun: |
21 | এফএম ওয়াই ওয়াই বহুভাষী চ্যানেল (সিমালরেডিও) এই ভূমিকম্প ও সুনামির খবর প্রচার করছে। | Der FM wai-wai Mehrsprachen-Kanal (simulradio) sendet Informationen über das Erdbeben und die Katastrophe. |
22 | আপনারা ইন্টারনেটে তা শুনতে পারবেন এখানে। http://bit.ly/eaV16I%20 অনুগ্রহ করে জাপানে অবস্থিত বিদেশিদের এই লিংকটি পাঠিয়ে দেবেন। | Sie können die Sendungen über das Internet hören. http://bit.ly/eaV16I%20 Bitte diese Nachricht an Ausländer weitergeben, die sich in Japan befinden. |
23 | @kuilne (কুইলনে) | @kuilne |
24 | আইফোনের ব্যাটারি সংরক্ষণ করুন 1) ওয়াইফাই বন্ধ করুন 2) জিপিএস বন্ধ করুন 3) পুশ মেইল বন্ধ করুন। 4) ব্লু টুথ বন্ধ করুন 5) ঔজ্জ্বল্যতা কমান। | iPhone Batterie-Strom sparen: 1) WIFI abstellen 2) GPS abstellen 3) Push Benachrichtigungen abstellen 4) Bluetooth abstellen 5) Helligkeit herunterfahren 6) überflüssige Apps abschalten |
25 | 6) অন্যন্য অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ করুন। | @Tranquil_Dragon in Sendai, Miyagi Prefecture veröffentlichte diesen Screenshot: |
26 | সেন্দাই, মিয়াগি থেকে @Tranquil_Dragon (ট্রান্কুইল ড্রাগন)এই স্ক্রীনশটটি পোস্ট করেছে: | |
27 | @wanchan11 (ওয়ানচান১১) পানিতে ভরা সেন্দাই বন্দরের ছবি পোস্ট করেছে: | @wanchan11 sandte dieses Bild des überschwemmten Sendai Hafens: |
28 | টোকিও থেকে কিছু ভিডিও: | Einige Videos aus Tokio: |
29 | জিভি জাপানীজ দলকে ধন্যবাদ ভূমিকম্প পরবর্তী অনেক ঝামেলার মধ্যেও এই প্রতিবেদন তৈরিতে সাহায্য করার জন্যে। | Vielen Dank an das GV-Japan-Team für die Zusammenarbeit bei diesem Artikel über das Erdbeben in Japan. |