Sentence alignment for gv-ben-20120715-28697.xml (html) - gv-deu-20120715-12116.xml (html)

#bendeu
1স্পেন: খনি শ্রমিকদের সমর্থন করা, “হ্যাঁ, হ্যাঁ, তারাও আমাদের প্রতিনিধিত্ব করে”Spanien: Unterstützung für den Kampf der Bergleute Dieser Bericht ist Teil unseres Dossiers über Europa in der Krise.
2স্পেনের খনি শ্রমিকদের সমর্থনে হাজার হাজার নাগরিক রাস্তায় নেমে আসে এবং যখন এই সমস্ত খনি শ্রমিকরা উত্তর স্পেন থেকে ৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে মাদ্রিদে এসে পৌঁছায়, তখন নাগরিকরা তাদের সাথে যোগ দেয়।Tausende gingen auf die Straßen, um sich mit den spanischen Minenarbeitern zu versammeln und sie zu unterstützen, nachdem diese die 400 km vom Norden Spaniens nach Madrid zu Fuß zurückgelegt hatten.
3মঙ্গলবার, ১০ জুন তারিখের সকাল ১০ টায়, সরকারি আসন লা মনক্লোয়া থেকে এই বিক্ষোভ শুরু হয়, এবং মাদ্রিদের পুয়ের্টো ডেল সল প্লাজায় দুপুর দুটার সময় তা শেষ হয়।Die Demonstration begann am 10. Juli um 22 Uhr vor dem Palast La Moncloa, dem Sitz der Regierung, und endete in der Puerta del Sol gegen 2 Uhr nachts.
4মারিয়ানো রোজাই সরকারের কঠোর পদক্ষেপ এবং ভর্তুকি বন্ধ করে দেওয়ায় কয়লা খনির শ্রমিকদের এই প্রতিবাদ।Die Arbeiter der Kohleminen protestierten gegen die Austeritätspolitik der Regierung unter Rajoy und die Kürzungen der Beihilfen.
5এই জমায়েতও তথাকথিত, “ব্লাক মার্চ” -কে স্বাগত জানিয়েছে, যা কিনা এক আবেগপূর্ণ পরিবেশে, একাত্মতা সাধনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।Die Bergleute des sogenannten “Schwarzen Marsches” wurden in einem emotionalen und solidarischen Ambiente willkommen geheißen.
6সেখানে জমায়েত নাগরিকরা করতালি, উৎসাহব্যঞ্জক বাক্য, সহানুভূতিশীল স্লোগান এবং তাদের নিজস্ব সঙ্গীত গেয়ে খনি শ্রমিকদের স্বাগত জানায়, রাজধানীর কেন্দ্রে ধরে চলা মিছিলের পুরোটা সময় জুড়ে এই গান গাওয়া হয়েছিল।Die versammelten Bürger und Bürgerinnen begrüßten sie mit Applaus, Bewunderungsbekundungen, sympathisierenden Slogans und ihrer eigenen Hymne, die während des gesamten Umzugs durch das Zentrum der Hauptstadt angestimmt wurde.
7এই ভাবে বিশাল এক মাত্রায় নাগরিকদের জমায়েত হওয়ার ঘটনায় খনি শ্রমিকরা নিজেরাও বিস্মিত, যা কিনা এই বিক্ষোভের গতিকে আরো জোরালো করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যা #নোচেমিনেরা [স্প্যানিশ ভাষায়] (খনির রাত্রি) নামে পরিচিত।
8ব্লাক মার্চ মাদ্রিদের কেন্দ্রস্থল অতিক্রম করছে। ছবি ইসমায়েল নারাঞ্জো-এরDie Bergmänner zeigten sich erstaunt über die starke Wirkung ihres Protestes, die der #NachtderBergleute [es] - wie sie im Netz genannt wird - zusätzliches Gewicht verlieh.
9এইসব স্লোগানের মধ্যে সবচেয়ে সাধারণ স্লোগান ছিল, “হ্যাঁ, আমরা পারি! হ্যাঁ, তারা আমাদের শ্রদ্ধা করে!Rundgang des “Schwarzen Marsches” durch das Zentrum von Madrid, von Ismael Naranjo
10এবং এটাই আমাদের দল”! মূলত সাম্প্রতিক সময়ে ইউয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো কাপ) ফুটবল প্রতিযোগিতায় স্পেনের জয়ের বিষয়টি উল্লেখ করে এই স্লোগান প্রদান করা হয়।Unter den meistverwendeten Mottos war zu hören: “Ja, es ist möglich”, “Ja, sie repräsentieren uns!” und “Das ist unsere Auswahl!”, in Anlehnung an den Fußballerfolg Spaniens in der Europameisterschaft.
11এটি অনেক বেশী পরিষ্কার, যারা শ্রমিকদের সমর্থন করে, এর জন্য তারা গর্ব অনুভব করে এবং তারা নিজেদের একজন রাজনীতিবীদ অথবা ফুটবলার-এর চেয়ে অনেক বেশী শ্রমিক শ্রেণীর একজন হিসেবে চিহ্নিত করে থাকে।Ein Aspekt wurde dabei besonders deutlich: Diejenigen, die die Arbeiter unterstützen, sind stolzer auf die Arbeiterklasse und identifizieren sich mehr mit ihnen als mit den Politikern und Fußballspielern.
12কয়লা খনির শ্রমিকরা কেবল তাদের হেডল্যাম্প দিয়ে কেবল রাস্তাকে আলোকিত করেনি; আরো বৃহত্তর চেতনায় তারা বিক্ষোভের আলো হিসেবে নিজেদের উপস্থাপন করেছে।Die Kohleminenarbeiter erhellten mit ihren Stirnlampen nicht nur die Straßen, sie waren für die Demonstranten auch Lichter im übertragenen Sinne.
13অন্য অনেক সংগঠন তাদের দাবীকে চিহ্নিত করেছে, যার মধ্যে নৈরাজ্যবাদী, ১৫-এম আন্দোলন থেকে ইন্ডিগনাডোস, এবং সারা স্পেনের সকল বয়সের এবং সকল অঞ্চলের নাগরিকরা রয়েছে।
14কারণ সম্প্রতি স্পেনে যে সমস্ত বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, তাদের যে কোনটার চেয়ে এটি বিদ্রোহে পরিপূর্ণ এক বিক্ষোভ।Viele andere Sektoren, wie Anarchisten, Empörte der 15M-Bewegung, Personen allen Alters und aus unterschiedlichen Regionen Spaniens, identifizierten sich mit ihnen.
15খনি শ্রমিকদের এই লড়াই, কর্মীদের বিক্ষোভ আন্দোলনের হৃদয়ের প্রতিবাদে এবং সরকার যে সব বাজেট কাটছাঁট করেছে তার সবচেয়ে তীব্র প্রত্যাখান-এর এক প্রতিবাদে পরিণত হয়েছে।Wegen seiner starken rebellischen Züge, stärker als die anderer Proteste in Spanien, wurde der Kampf der Bergleute zum härtesten Schlag der Arbeiterbewegung und zur radikalsten Ablehnung der Sparmaßnahmen der Regierung.
16নীচের এই ভিডিও প্রদর্শন করছে যে, বিক্ষোভকারীরা ধর্মঘটরত খনি শ্রমিকদের সাথে তাদের একাত্মতা প্রদর্শন করছে [স্প্যানিশ ভাষায়] ( ভিডিও জুয়ান লুই সানচেজ-এর):Das Video zeigt Solidaritätsbekundungen gegenüber den streikenden Bergarbeitern [es] (von Juan Luis Sánchez):
17http://youtu.be/6FeZXoupDIohttp://youtu.be/6FeZXoupDIo
18সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেক নাগরিক এই সমস্ত খনি শ্রমিকদের উৎসাহ প্রদান করেছে, যেন তারা সরকারের এই সব বাজেট কর্তনের বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যায়, যা কিনা তাদের সংগঠনসমূহকে অদৃশ্য করে দেওয়ার দিকে নিয়ে যেতে পারে।
19উল্লেখযোগ্য সংখ্যক টুইট-এ, এই বিবৃতি প্রকাশ পেয়েছে যে স্প্যানিশ খনি শ্রমিকদের জন্য তারা গর্ব অনুভব করে, যা তারা তাদের বার্তা এবং #ইয়োসয়মিনেরো (আমি একজন খনি শ্রমিক) নামক হ্যাশট্যাগের মাধ্যমে প্রদান করেছে।Zahlreiche Personen haben die Bergleute in den sozialen Netzwerken dazu animiert, weiter gegen die Einsparungen zu kämpfen, die zum Verschwinden ihres Sektors führen könnten.
20যেমনটা এর আগের বিক্ষোভের বেলায় ঘটেছিল, এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বেশীরভাগ সংবাদ ছড়িয়ে দেয়।Viele Twitter-Nutzer bekräftigten in ihren Nachrichten und über den Hashtag #IchbinBergarbeiter, dass sie stolz auf die spanischen Bergleute seien.
21এই ঘটনা আরেকটি বিষয়ের মুখোমুখি অবস্থান গ্রহণ করে, ব্যবহারকারীরা যার নিন্দা জানায় #সাইলেন্সিওমিডিয়াটিকো (প্রচার মাধ্যমে নিরবতা) হ্যাশট্যাগের মাধ্যমে।Im Angesicht der von den Usern genannten #MedialenStille, waren es, wie auch bei früheren Protesten, die sozialen Netzwerke, die den Großteil der Informationen verbreiteten.
22ঐতিহাসিক খনি শ্রমিক প্রতিবাদ বুধবার, ১১ জুলাই তারিখ সকালে আবার শুরু হয় ।In der Hauptstadt ging der bergmännische Protest am Mittwoch Morgen, dem 11. Juli, weiter.
23তবে দিনটি আগের দিনের চেয়ে আরো বেশী ভয়াবহ এক দিনে পরিণত হয়, যখন দাঙ্গা পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।Dieser Tag jedoch erwies sich aufgrund der gewaltsamen Auseinandersetzungen zwischen Polizei und Demonstranten als um einiges unheilvoller als der Vergangene.
24এই সংঘর্ষে [স্প্যানিশ ভাষায়] ৭৬ জন নাগরিক আহত হয়েছে এবং এই ঘটনায় দশ জনকে গ্রেফতার করা হয়েছে।Die Reibereien endeten [es] mit mehr als 76 Verletzten und zehn Festnahmen.