# | ben | deu |
---|
1 | পুরস্কার বিজয়ী ছবিতে উঠে এলো তাইওয়ানের অর্কিড দ্বীপের আদিবাসী তাওদের চিত্র | |
2 | ছবি তুলেছেন ওয়েন ইয়েন ওয়াং। | Preisgekrönte Fotostrecke dokumentiert die Tao-Ureinwohner der taiwanesischen Orchideeninsel |
3 | সিসি বিওয়াই-এনসি-এনডি লাইসেন্সের আওতায় প্রকাশ করা হয়েছে। | Diese Arbeit von Wen-Yen Wang ist lizensiert unter CC BY-NC-ND. |
4 | বিশ্বায়নের হাওয়া লেগেছে তাইওয়ানের অর্কিড দ্বীপে। তবে ব্যাপারটা ভাবিয়ে তুলেছে সেখানকার আদিবাসী তাওদের। | Die Tao genannten Ureinwohner der taiwanesischen Orchideeninsel haben lange darum gekämpft ihre Heimat zu bewahren, während sich die Welt um sie herum veränderte. |
5 | তারা চেষ্টা করছেন তাদের আবাসভূমি ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার। | |
6 | ২০১৪ সালে অর্কিড দ্বীপে প্রথম চেইন শপ চালু হয়। | Erst im Jahr 2014 hat der erste Supermarkt eröffnet. |
7 | তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে নয়নাভিরাম প্রবাল এবং আদিবাসী তাওদের অনন্য সংস্কৃতির জন্য দ্বীপটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। | |
8 | তবে বেশি বেশি পর্যটক আসায় উদ্বিগ্ন দ্বীপের অনেকেই। কারণ, তারা মনে করেন, বেশি পর্যটক আসলে শুধু চাকরি আর আয়-ই বাড়ে না, দ্বীপের পরিবেশ নোংরা ও দুষিতও হয়। | In den vergangen Jahren hat sich die Insel aber aufgrund ihrer schönen Korallenriffe und der einzigartigen Kultur der Tao zu einem beliebten Touristenziel entwickelt. |
9 | উল্লেখ্য, জীবিকা নির্বাহের জন্য তাও'রা মাছ ধরার প্রচলিত পদ্ধতির উপর নির্ভর করে থাকেন। | Viele sorgen sich nun darüber, dass die steigende Zahl an Touristen kein Mehr an Jobs und Gehältern bedeuten, sondern nur mehr Abfall und erhöhte Umweltverschmutzung. |
10 | তাই পর্যটককেন্দ্রিক দ্বীপের বর্তমান জীবনধারা তাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। | Traditionell haben die Tao ihre Lebensgrundlage mit dem Fischfang gesichert, doch diese Lebensweise ist nun bedroht. |
11 | চিত্রগ্রাহক ওয়েন ইয়েন ওয়াং নিয়মিতভাবে দ্বীপে গিয়ে তাওদের ছবি তুলে থাকেন। | Wen-Yen Wang hat die Insel regelmäßig besucht und die Geschichten der Tao fotografisch festgehalten. |
12 | সেই ছবিগুলোই সম্প্রতি তাইওয়ান নিউজ ফটোগ্রাফি স্টাডি গ্রুপ আয়োজিত প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। | |
13 | নিচে তার কিছু ছবি ও বর্ণনা দেয়া হলো। রাতে জোয়ারে পানি নেমে গেলে অর্কিড দ্বীপের একজন আদিবাসী কাঁকড়া ধরতে সাগরে গেলেন। | Seine daraus entstandene Fotodokumentation hat kürzlich Auszeichnungen in verschiedenen Kategorien eines nationalen Fotowettbewerbs gewonnen, der von der Taiwan News Photograph Study Group ausgerichtet wurde. |
14 | তিনি কালো প্রবাল প্রাচীরে লাফিয়ে পড়লেন। | Nachfolgend sind einige seiner Bilder und die dazugehörigen Beschreibungen. |
15 | তারপর পাথরের প্রাচীরের ওপর একটার পর একটা ঢেউয়ের ধাক্কা দেখলেও তার কোনো নড়াচড়া দেখতে পেলাম না আমি। | |
16 | তবে যখন দেখলাম, তখন তার হাতে কয়েকটা কাঁকড়া শোভা পাচ্ছে। | Ein Bewohner der Orchideen Insel ging nachts bei Ebbe zum Meer, um Krabben zu fangen. |
17 | তাছাড়া পানির নিচে পাথরের ফাঁকে লুকিয়ে থাকা গলদা-চিংড়ি ধরতে কয়েকবার পানিতে ঝাঁপিয়ে পড়তেও দেখলাম তাকে। | Er sprang auf die schwarzen Steine des Riffs, auf die von Zeit zu Zeit die Wellen einbrachen. |
18 | ডাকান দ্বীপের খুব পরিচিত একজন মানুষ। | Ich hatte noch keinerlei Bewegung gesehen und schon hielt er ein paar Krabben in den Händen. |
19 | তিনি অর্কিড দ্বীপের পুরোনো ও নতুন জীবনধারা'র মধ্যকার যোগসূত্র হিসেবে কাজ করেন। | Ab und zu sprang er ins Wasser, um Hummer zu fangen, die sich zwischen den Steinen unter der Wasseroberfläche versteckten. |
20 | খুব বেশি পড়াশোনা করেননি তিনি। ছোটকালে স্কুলে যেতে ভালো লাগতো না তার। | Dakaan verkörpert einen typischen Charakter im Übergang zwischen alter und neuer Lebensweise auf der Orchideeninsel. |
21 | তবে তিনি তার গ্রামে ‘সাগরের রাজপুত্র' হিসেবে খুব পরিচিত। | Da er als Kind nicht gerne zur Schule ging, konnte er nur wenig Lesen und Schreiben. |
22 | সাগরের অনেককিছু নিয়েই তার ভালো জানাশোনা আছে। | Im Fischerdorf war er dagegen als „Prinz des Meeres“ berühmt. |
23 | অর্কিড দ্বীপের অনেকেই তার কাছে আসেন, কীভাবে মাছ ধরতে হয় সে বিষয়ে পরামর্শ নিতে। | Er weiß eine Menge über das Meer und viele Bewohner der Insel kommen zu ihm, um zu lernen wie man Fische fängt. |
24 | তাও সমাজের নিয়ম অনুযায়ী যে মাছ ধরতে পারেন, সেই ব্যক্তি মেয়েদের জন্য খুবই উপযুক্ত পাত্র। | In der traditionellen Tao-Gemeinschaft ist ein Mann, der weiß, wie man fischt, die beste Wahl für eine Frau. |
25 | যদিও ডাকান এখন পর্যন্ত একা আছেন, বিয়ে করেননি। | Dakaan ist aber noch immer Single. |
26 | কারণ, অর্কিড দ্বীপবাসী এখন পুঁজিতান্ত্রিক সমাজ ব্যবস্থায় প্রবেশ করেছে। | Für die Orchideeninsel-Bewohner, die in die Geldwirtschaft eingestiegen sind, ist die Kunst des Fischfangs nicht mehr von Bedeutung. |
27 | সেখানে মাছ ধরার দক্ষতার কোনো দামই নেই। তাছাড়া ডাকান যে পদ্ধতিতে মাছ শিকার করেন, সেভাবে মাছ ধরে তেমন আয়ও করতে পারেন না। | Obwohl Dakaan herausragende Fähigkeiten darin besitzt Fische unter Wasser mit den bloßen Händen zu fangen, kann er auf diese Weise nur wenig Geld verdienen. |
28 | তাই অতিরিক্ত টাকা উপার্জনের আশায় মাছ ধরার মৌসুমের পরে তিনি তাইওয়ানের মূল দ্বীপে চলে যান। | Er hat daher begonnen, sich im Anschluss an die Fliegenfisch-Saison auf der Hauptinsel Taiwans etwas Geld dazu zu verdienen. |
29 | ডাকান খুব ভোরে সাগরে গিয়ে আগে থেকে পেতে রাখা জালে মাছ উঠেছে কিনা দেখছেন। | Dakaan geht am Morgen zum Meer, um die Netze zu kontrollieren, die er am Meeresboden ausgelegt hat. |
30 | ডাকান প্রবালের উপরিভাগে সাঁতার কেটে শামুক সংগ্রহ করছেন। | Dakaan schwimmt zwischen dem Riff und der Wasseroberfläche, um Turbanschnecken zu sammeln. |
31 | ডাকান জালে আটকে পড়া রাডার মাছ (মৃগেল জাতীয় মাছ) সংগ্রহ করছেন। | Dakaan hohlt ein Netz ein, in dem sich rund ein Dutzend Schwarzfische befinden. |
32 | ডাকান ডুব দিয়ে সাগরের ৬ মিটার পানির নিচে পাথরের সাথে জাল বেঁধে রাখছেন। | Um ein Netz am Meeresboden auszulegen, muss Dakaan sechs Meter tief auf den Grund hinab tauchen und das Netz an den Steinen befestigen. |
33 | ডাকান পানির নিচে জাল পেতে ফিরে আসার সময়ে অক্টোপাস শিকার করছেন। | Diese Arbeit von Wen-Yen Wang istlizensiert unter CC BY-NC-ND. |
34 | রাতে পানির নিচে নেমে প্রবাল প্রাচীরের খাঁজে লুকিয়ে থাকা মাছ খুঁজে দেখছেন ডাকান। | Dakaan kämpft mit einem frisch gefangenen Oktopus auf seinem Weg zurück an die Meeresoberfläche. Dakaan sucht während eines Nachttauchgangs nach Fischen, die sich in Riffhöhlen verstecken. |
35 | শীতের রাতে জাল পেতে পানি থেকে উঠে আসার পর ডাকান শরীর পরিষ্কার করছেন। | Dakaan wäscht sich nach dem Tauchen in einer Winternacht im Fluss, um seinen Körper wieder aufzuwärmen. |
36 | শীতের সময়েও সাঁতার কাটতে তিনি রাবার জাতীয় কাপড় পরেন না। | Er trägt auch wenn die Kaltzeit kommt keinen Neoprenanzug. |
37 | উড়ুক্কু মাছ (ফ্লাইং ফিশ) ধরতে ডাকান মাছ ধরার নৌকায় বসে আছেন। | Dakaan fährt mit dem Boot hinaus, um zu fischen und um fliegende Fische zu fangen. |
38 | উড়ুক্কু মাছ (ফ্লাইং ফিশ) ধরার মৌসুম শেষে ডাকান তাইওয়ানে কাজের জন্য যান। | Nach der Fliegenfisch-Saison geht Dakaan nach Taiwan, um zu arbeiten. |
39 | সমুদ্র থেকে দূরে থাকার সময়ে তার একমাত্র বিনোদন হলো বন্ধুদের সাথে খাওয়া আর গান গাওয়া। | Fern ab vom Meer zählt das Singen und gemeinsame Abendessen mit Freunden zu seinen einzigen Unterhaltungen. |
40 | আওয়েনের বেড়ে ওঠা অর্কিড দ্বীপে। | Awen ist auf der Orchideeninsel aufgewachsen. |
41 | সেখানে তার একটি মুদি দোকান আছে। | Ihm gehört ein Lebensmittelgeschäft und er betreibt einen Rollerverleih. |
42 | তাছাড়া মোটরসাইকেল ভাড়া দেয়ার ব্যবসাও করেন তিনি। সাগরে খুব বেশি যাওয়া হয় না তার। | Obwohl er selbst nur selten ins Meer geht ist ihm das Meer und die Insel mehr Wert als jedem anderen. |
43 | তবে অন্য অনেকের চেয়ে সাগর এবং দ্বীপের অনেক বেশি যত্ন নেন তিনি। | Er macht sich Sorgen, dass seine schöne Heimat der Umweltzerstörung zum Opfer fallen wird. |
44 | পরিবেশ বিপর্যয়ের কারণে তাদের এই সুন্দর দ্বীপভূমি ধ্বংস হয়ে যাবে বলে তিনি খুব উদ্বিগ্ন। | |
45 | তাই তিনি রিসাইকেলের কাজে হাত দিয়েছেন: তিনি রিসাইকেল কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করছেন, বোতল ও ক্যানের ব্যাগগুলো সংগ্রহ করে, সেখানে নতুন ব্যাগ রেখে আসছেন। | Er hat deshalb angefangen, im Recycling zu arbeiten: Er kontaktiert Recyclingfirmen, sammelt säckeweise Plastikflaschen und leere Dosen und tauscht die Müllsäcke aus, die er dafür auf der ganzen Insel verteilt hat. |
46 | তাছাড়া তিনি কয়েকদিন পরপর ভ্যান চালিয়ে সারা দ্বীপ ঘুরে বোতল ও ক্যানের ব্যাগগুলো সংগ্রহ করে সেখানে নতুন ব্যাগ রাখছেন। | Für dieses Unternehmen hat er sich sogar einen Transportwagen gekauft, mit dem er alle paar Tage losfährt, um die vollen Säcke einzusammeln und neue Müllsäcke zu verteilen. |
47 | আর এই বোতল এবং ক্যান রাখার জন্য বাবার কাছ থেকে একটুকরো জমিও পেয়েছেন। যদিও তার বাবা শুরুতে এসব কাজ খুব একটা ভালো চোখে দেখেননি। | Awens Vater heißt seine Arbeit nicht gut - um die gesammelten Flaschen und Dosen zu lagern, hat er ihn um ein Stück Land als Lagerplatz gebeten, das gut zum Anbau von Taros geeignet wäre. |
48 | জমির অন্য অংশে তিনি মুখীকচু, মিষ্টি আলুর চাষ করেছেন। তবে তাদের জমি আবর্জনায় ভরে যাচ্ছে। | Auf dem Land der anderen wachsen Taros und Süßkartoffeln und auf seinem Land wächst Müll. |
49 | অর্কিড দ্বীপের মাছ ধরার ঐতিহ্যবাহী নৌকা আই-রারালি'র প্রধান হলেন মিন জুন জিয়াং। | Min-Jun Jiang ist der Leiter eines großen Schiffs in I-Raraley. |
50 | নৌকাগুলো সাধারণত পারিবারিকভাবে পরিচালনা করা হয়। | Traditionell werden Fischereischiffe auf der Orchideeninsel von Familien geführt. |
51 | নৌকার যিনি প্রধান তিনি পরিবারের সদস্যদের কাছে খুব সম্মানীত ব্যক্তি। | Der Leiter eines Schiffs muss daher eine respektierte Persönlichkeit mit einer großen Familie sein. |
52 | তবে বিশ্বায়নের হাওয়ায় সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থায় পরিবর্তন আসায় এই নৌকাগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। | |
53 | অধিকাংশ নৌকা-ই ধ্বংস হয়ে গেছে। যেগুলো অবশিষ্ট আছে, সেগুলোও পুরোনো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। | Als ein Ergebnis des gesellschaftlichen und kulturellen Wandels existieren derartige Familienschiffe aber nicht mehr und die wenigen Leiter der Schiffe werden alt. |
54 | সংশ্লিষ্ট লেখাগুলো: : | |