# | ben | deu |
---|
1 | ‘গর্বিত লেবানন’ সমকামীভীতি-বিরোধী একটি শক্তিশালী ভিডিও প্রকাশ করেছে | “Proud Lebanon” veröffentlicht aufsehenerregendes Anti-Homophobie-Video |
2 | মে মাসের ১৭ তারিখে সমকামীভীতি, লিঙ্গ পরিবর্তনকারীভীতি ও উভকামীভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস (বা আইডিএএইচওটি) পালিত হবে, যে দিনে ১৯৯০ সালে বিশ্ব স্বাস্থ্য সংঘ সমকামীতাকে রোগের তালিকা থেকে অপসারণ করেছে। | |
3 | এর প্রতীক্ষায় ‘গর্বিত লেবাবন‘ নামের একটি লেবাননীয় সুশীল সমাজ দল লেবাননে এলজিবিটিদের অধিকার দাবী করে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে। | Am Internationalen Tag gegen Homo- und Transphobie (englisch IDAHO) wird dem 17. Mai 1990 gedacht, an dem die Weltgesundheitsorganisation (WHO) Homosexualität aus ihrem Diagnoseklassifikationssystem herausnahm. |
4 | ভিডিওটিতে অনেক বিশিষ্ট লেবাননীয় ব্যক্তিত্ব যেমন পরিচালক জাইনা ডাকাসে এবং টেলিভিশনের উপস্থাপিকা ফুয়াদ ইয়ামিনি উপস্থাপিত হয়েছেন এবং সেই সাথে সাথে সিনথিয়া কারাম, ব্রুনো তাব্বাল, ক্যারোল আব্বোউদ, বেচারা আতাল্লা, রাবিহ্ সাল্লুম, মেডিয়া আজৌরি, ইয়ানা ইউনেস, ক্রিসটিন চৌইরি, নাতাশা চৌফানি, ইভোনি এল-হাসেম, পলিন হাদ্দাদ, এলি ইউসেফ এবং আঁদ্রে নাকৌজি লেবাননকে মানবাধিকারের সর্বজনীন ঘোষণার প্রতি সম্মান প্রদর্শন করার এবং ‘যারা ভিন্ন' তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান জানিয়েছেন। | Anlässlich dieses Tages hat die libanesische Bürgerinitiative “Proud Lebanon” ein Video veröffentlicht, das sich für die Rechte von Lesben, Schwulen, Bixesuellen und Transgendern (englisch LGBT) im Libanon stark macht. Das Video, in dem zahlreiche libanesische Prominente wie zum Beispiel die Regisseurin Zeina Daccache oder der TV-Moderator Fouad Yammine auftreten, ruft die libanesische Bevölkerung dazu auf, die Allgemeine Erklärung der Menschenrechte zu achten und “Menschen, die anders sind” nicht zu diskriminieren. |
5 | আপনি কি জানেন যে মানবাধিকারের সার্বজনিন ঘোষণার প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল মানুষই মুক্তভাবে ও সম মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছে? | Wussten Sie, dass der erste Artikel der Allgemeinen Erklärung der Menschenrechte besagt, dass alle Menschen frei und gleich an Würde und Rechten geboren sind? |
6 | আপনি কি জানেন যে ২১শতাব্দীতে, এখনো অনেক মানুষ আছে যাদেরকে প্রহার, কলঙ্কিত, গ্রেফতার এবং কোন কোন ক্ষেত্রে মেরেও ফেলা হয়…শুধুমাত্র তারা সমকামী তাই? | Wussten Sie auch, dass selbst im 21. Jahrhundert noch Menschen geschlagen, geächtet, verhaftet und manchmal sogar getötet werden… nur weil sie lesbisch, schwul, bisexuell oder transgender sind? |
7 | ভিন্ন হওয়া লজ্জাজনক নয়…বরং ভিন্নতার বিরুদ্ধে লড়াই করাই লজ্জাজনক। | Anders zu sein ist keine Schande… Vielfalt zu bekämpfen schon. |
8 | সে আপনার ভাই, আপনার প্রতিবেশী বা আপনার সহকর্মী হতে পারে। | Er könnte Ihr Bruder, Ihr Nachbar oder Ihr Kollege sein. |
9 | সে আপনার বোন, আপনার বান্ধবী, বা বিদ্যালয়ে এমন কি আপনার নেত্রী হতে পারে। | Sie könnte Ihre Schwester, Ihre Freundin oder sogar Ihre Vorgesetzte sein. |
10 | আপনি যদি তাদের অস্তিত্বকে স্বীকার না করেন, তার মানে এই না যে তাদের অস্তিত্ব নেই। | Auch wenn Sie nicht wissen, wer sie sind, heißt das nicht, dass es sie nicht gibt. |
11 | এই অন্যায্যতার বিরুদ্ধে প্রতিবাদ করাটাই যথেষ্ট নয়। | Gegen ihre ungerechte Behandlung zu protestieren, ist allerdings nicht genug. |
12 | আমাদের সকলেরই এই অন্যায্য আইন পরিবর্তন করে যে আইন সকল নাগরিককে রক্ষা করে সেরকমের আইন দ্বারা প্রতিস্থাপিত করার জন্য একত্রে কাজ করা উচিত। | Wir sollten alle zusammenarbeiten, ungerechte Gesetze ändern und solche einführen, die alle Bürgerinnen und Bürger gleichermaßen schützen. |
13 | কারণ আইন হলো রক্ষার জন্য বৈষম্যের জন্য নয়। | Denn Gesetze sollen schützen, nicht diskrimieren. |
14 | আমরা সকলেই মুক্ত ও সম হয়ে জন্ম গ্রহণ করছি। | Wir wurden alle frei und gleich geboren. |
15 | আমি জানি সে সমাজের সম্মুখীন হওয়া কঠিন, কিন্তু নিদেনপক্ষে আইনকে ন্যায্য হতে হবে। | Ich weiß, dass es schwer ist, sich der Gesellschaft zu stellen, aber wenigstens Gesetze sollten gerecht sein. |
16 | গণতন্ত্র শুধুমাত্র সংখ্যাগড়িষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠের নয় বরং এর সকল নাগরিককে নিরাপত্তা দিতে হবে। | In der Demokratie geht es nicht nur um Mehr- und Minderheiten, sondern auch darum, allen Bürgerinnen und Bürgern Sicherheit zu gewährleisten. |
17 | দরিদ্রদের অধিকার রক্ষার জন্য আপনাকে দরিদ্র হবার প্রয়োজন নেই। | Man muss nicht arm sein, um sich für die Rechte der Armen einzusetzen. |
18 | আপনাকে নারীদের অধিকার রক্ষার জন্য নারী হবার প্রয়োজন নেই। | Man muss keine Frau sein, um sich für Frauenrechte einzusetzen. |
19 | একজন উদ্বাস্তুর অধিকার রক্ষার জন্য আপনার উদ্বাস্তু হবার প্রয়োজন নেই। | Man muss kein Flüchtling sein, um sich für die Rechte von Flüchtlingen starkzumachen. |
20 | এবং এলজিবিটিদের অধিকার রক্ষার জন্য আপনাকে সমকামী হবার প্রয়োজন নেই। | Und man muss nicht homosexuell sein, um für die Rechte von Schwulen, Lesben, Bisexuellen und Transgendern zu kämpfen. |
21 | একজন মানুষ হওয়াই যথেষ্ট। | Es reicht, ein Mensch zu sein. |
22 | এমন কি আমরা যদি ভিন্নও হই, আমাদের অসম্মত হওয়া উচিত নয়। | Auch wenn wir unterschiedlich sind, sollten wir uns in diesem Punkt einig sein. |
23 | হোটেল মনরোতে আইডিএএইচওটি'র দিনে একত্রে অংশগ্রহণ করতে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের সাথে মে'র ১৭ তারিখে মিলিত হোন। | Kommen Sie am 17. Mai von 11 bis 18 Uhr zum Hotel Monroe, um den Internationalen Tag gegen Homo- und Transphobie zu feiern. |
24 | লেবাননে এলজিবিটিদের অধিকারের আইনগত অবস্থা খুব বেশী পরিস্কার নয়। | Die Rechte von Schwulen, Lesben, Bisexuellen und Transgendern sind im Libanon nicht klar definiert. |
25 | সেখানে এমন কোন আইন নেই যা নির্দিষ্টভাবে সমকামী সম্পর্ককে নিষিদ্ধ করে, তবে একটি অনুচ্ছেদ আছে - অনুচ্ছেদ ৫৩৪ - যেখানে ‘প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে' এমন যৌন আচরণ নিষিদ্ধ করা হয়েছে। | Obwohl kein Gesetz homosexuelle Beziehungen explizit verbietet, werden im Artikel 534 “unnatürliche” sexuelle Beziehungen untersagt. |
26 | যাইহোক, এই অনুচ্ছেদটিকে অকার্যকর হিসেবে কমপক্ষ্যে দু'জন বিচারক বাতিল করে দিয়েছেন। | Dieser Artikel wurde allerdings bereits von mindestens zwei Gerichten für ungültig erklärt. |
27 | সত্যিই, জানুয়ারী ২০১৪তে একজন বিচারক রুল জারি করেছেন যে অনুচ্ছেদ ৫৩৪ বলবত হতে পারে না কারণ ‘এতে পরিস্কার করে বলা নেই যে কোনটিকে অপ্রাকৃতিক বিবেচনা করা হবে।' | Im Januar 2014 entschied ein Gericht, dass Artikel 534 nicht gültig sein könne, da er “nicht eindeutig definiere, was als unnatürlich anzusehen sei”. |
28 | তার এই সিদ্ধান্ত পূর্বের একটি আদালত রুলের উপর ভিত্তি করে করা হয়েছে, যেটিতে ২০০৯ সালে অন্য আর এক বিচারকও একই সিদ্ধান্তে উপনিত হয়েছেন। | Diese Entscheidung gründete ihrerseits auf der Entscheidung eines anderen Gerichts aus dem Jahr 2009, das zu dem gleichen Schluss gekommen war. |
29 | ২০১৪ সালের রুলিংটি বিশেষভাবে উল্লেখযোগ্য। | Der Gerichtsentscheid aus dem Jahr 2014 verdient dabei besondere Aufmerksamkeit. |
30 | ঘটনাটি একটি নাম উল্লেখ না করা লিঙ্গ পরিবর্তনকারী নারীকে একজন পুরুষের সাথে যৌনক্রীয়ার অভিযোগ করার সাথে সম্পর্কযুক্ত। | Er bezieht sich auf den Fall einer ungenannten Transgender-Frau, die beschuldigt wurde, Sex mit einem Mann gehabt zu haben. |
31 | যখন মামলাটি তার নজরে আনা হলো, তখন ইদাইদ আদলতের বিচারক নাজি এল দাহদাদ মামলাটি খারিজ করে দেন এই বলে যে: | Ein Richter des Gerichts von Jdeideh, Naji El Dahadad, wies die Klage mit folgender Begründung ab: |
32 | লিঙ্গ পরিচয় শুধুমাত্র কিছু আইনি নথি দ্বারা সংজ্ঞায়িত করা হয় না, ব্যক্তিটির বিবর্তন ও তার লিঙ্গ সম্পর্কে তার উপলব্ধিও বিবেচনা আনতে হবে। | Die Geschlechtsidentität wird nicht nur von Ausweisdokumenten festgelegt, sondern auch die Entwicklung einer Person und seine/ihre Wahrnehmung seines/ihres Geschlechts sollten dabei eine Rolle spielen. |
33 | সমকামিতা এই নিয়মের একটি ব্যতিক্রম কিন্তু অপ্রাকৃতিক নয় তাই অনুচ্ছেদ ৫৩৪ (যা ‘প্রকৃতির আইন লঙ্ঘন করে' এমন যৌন সম্পর্ক নিষিদ্ধ করে) সমকামীদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না এবং সেইজন্য, পরিভাষাগতভাবে, সমকামিতা অবৈধ নয়। | Homosexualität ist eine Ausnahme, aber nicht unnatürlich, weswegen Artikel 534 (der “unnatürliche” sexuelle Beziehungen untersagt) nicht gegen Homosexuelle verwendet werden kann. Also ist Homosexualität genaugenommen nicht illegal. |
34 | এই প্রবন্ধটি তালাইন খাইকিয়ান ও নূর হাইয়ার-এর সাহায্য নিয়ে লেখা হয়েছে। | Taline Khajikian und Nour Hajjar haben beim Schreiben dieses Artikels geholfen. |