# | ben | deu |
---|
1 | জাপান: হে জ্বরের সময় এসেছে | Japan: Die Heuschnupfen-Saison ist da |
2 | যদি এমন হতো যে বাতাসে শুধু ভালোবাসা থাকতো। | Wenn es auch nur Liebe wäre, die in der Luft läge. |
3 | বসন্ত ধীরে ধীরে আসছে, আর জাপানী সেডার গাছ থেকে পরাগরেণু ভাসছে। | Der Frühling erwacht langsam und die japanischen Zedern senden ihre Pollen aus. |
4 | জাপানে আনুষ্ঠানিকভাবে কাফুনশো (হে জ্বর) ঋতু শুরু হয়েছে। | Die Kafunsho-Saison (Heuschnupfensaison) hat in Japan offiziell begonnen. |
5 | পড়ে থাকা ভ্যালেন্টাইনের চকোলেট একধারে করা হয়েছে দোকানে কাফুনশো সংশ্লিষ্ট জিনিষের জন্যে জায়গা করতে: টিস্যু, ডাক্তারি মুখোশ, মিন্টের ফোটা আর আরো অনেক কিছু। | Die letzten Reste der Valentinspralinen wurden zur Seite geschoben, um Platz für Kafunsho-Utensilien zu machen: Taschentücher, Chirurgenmasken, Minzbonbons und vieles mehr. |
6 | পুরানো রুগীরা তাদের ঔষধ এনে রাখে আর নতুনরা প্রত্যেক হাঁচি পরিক্ষা করে এই ভেবে যে এই বছরে তার ‘কাফুনশো শুরু' হবে কিনা। | Alte Hasen füllen feierlich ihre Miniapotheken auf, während nicht Eingeweihte jedes Niesen genau untersuchen und sich fragen, ob dieses Jahr das Jahr ihres “Kafunsho-Debüts” wird. |
7 | “হে জ্বর ঋতু শুরু হয়েছে” কালান্দ্রাকাস এর তোলা ছবি | “Fast Heuschnupfen-Saison” von kalandrakas |
8 | অনেক হিসাব আছে যে জনসংখ্যার কত ভাগ কাফুনশোতে আক্রান্ত হয়- সংখ্যাটি ১৫-৩০% এর মধ্যে ওঠানামা করে আর বড় শহরে বেশী দেখা যায় এটি। | Es gibt zahlreiche Statistiken über den Bevölkerungsanteil, der an Kafunsho leidet - die Zahlen werden mit 15-30 % beziffert, wobei der Anteil in Großstadtgebieten höher liegt. |
9 | অর্থনীতির উপরে কাফুনশোর প্রভাব বেশ জোরালো বলে শোনা যায়” দায়-ইচি জীবন গবেষনা ইন্সটিটিউট এর একটা জনপ্রিয় রিপোর্ট অনুসারে কাফুনশো জিডিপির বাড়ার হার ০. ৬% কমিয়ে দিয়েছিল ২০০৫ সালে। | Die Auswirkungen von Kafunsho auf die Wirtschaft sind angeblich recht ernst: In einem häufig zitierten Bericht des Dai-ichi Life Research Institute Inc. heißt es, dass das BIP im Jahr 2005 durch Kafunsho 0,6 % geringer ausfiel. |
10 | ব্যক্তিগত খরচ কমে যায় এ রোগের প্রকোপ হলে কারন মানুষ ঘরের ভিতরে থাকতে চায় আর মনোযোগ দেয়ার ক্ষমতা কমে যাওয়ার কাজের ক্ষমতা হ্রাস পায়। | Der private Konsum sinkt, weil Menschen sich vermehrt in geschlossenen Räumen aufhalten und verschlechterte Konzentrationsfähigkeit sich negativ auf die Arbeitsproduktivität auswirkt. |
11 | ১৩ই ফেব্রুয়ারি আবহাওয়া এজেন্সি ঘোষণা দিয়েছিল বছরের প্রথম জোরালো দক্ষিণা বাতাস “হারু ইচিবান” যা বাতাসের আগমনী জানায় তার আসার খবর। অনেক ব্লগার কাফুনশোর আগমনকে ভয়ের সাথে দেখছিলেন। | Bereits ein Woche bevor das Wetteramt am 13. Februar bekannt gab, dass der “haru-ichiban” nun wehe, ließen die ersten starken Südwinde des Jahres bereits auf die “offizielle” Ankunft des Frühlings schließen, und bei vielen Bloggern stellte sich mit Beginn der Kafunsho-Saison eine nervöse Unruhe ein. |
12 | ইটারনাল নেম এর একটা ব্লগ পোস্ট তার উদাহরণ: | Ein Blogpost von eternal_name ist ein typisches Beispiel dafür: |
13 | এখন বছরের ওই সময় আবার। | Es wieder diese Zeit im Jahr. |
14 | আমার জন্য বছরের সব থেকে মন খারাপ করা ঋতু - কাফুনশোর সময়। | Die depressivste Zeit des Jahres für mich - die Kafunsho-Saison. |
15 | কিছু মানুষ নাক বা চোখে আক্রান্ত হয়, কিন্তু আমার দুইটাই হয় আর এটা সহ্য করা বেশ কঠিন। | Einige haben nur Probleme mit Augen oder Nase, aber ich habe beides und es ist wirklich kein Spaß. |
16 | আমাকে বাইরে গিয়ে চোখের ড্রপ, মুখোশ, ঔষধ, দই কিনতে হবে… | Ich muss mir Augentropfen, Masken, Medikamente, Joghurt usw. besorgen. |
17 | উচ্চ মাধ্যমিক ছাত্রী মিজুকা ইউকিজাওয়া, যে বিশ্ববিদ্যালয়ের পরিক্ষার জন্য পড়ছে, হাহাকার করেছেন: | Mizuka Yukizawa, eine Hochschulstudentin, die auf ihr Universitätsexamen lernt, klagt: Die Pollen fliegen schon… schnupf. |
18 | এরই মধ্যে পরাগরেণু উড়ছে… আমি কাঁদবো যদি আমার পরীক্ষার দিন এর প্রকোপ আরও বেশী হয়। | Ich werden weinen, wenn es an meinem Examenstag schlimm sein wird. |
19 | যদি বিশ্ববিদ্যালয়গুলো কাফুনশোকে বিবেচনায় নিত। | Ich wünschte, die Universitäten nähmen Rücksicht auf Kafunsho. |
20 | কাফুনশো থেকে না ভোগা পৃথিবীতে থাকা কতো বড় সুবিধার হতো… | Es wäre ein solcher Vorteil in dieser Welt, nicht an Kafunsho zu leiden… |
21 | সো এর মন খারাপ কিন্তু একে সে মেনে নিয়েছে: | SOW ist traurig aber schicksalergeben, wenn er folgendes mitteilt: |
22 | দুই বছর আগে, আমি যখনি এই সময়ে বাইরে যেতাম আমার চোখে পানি চলে আসত। | Seit zwei Jahren bekomme ich immer trübe Augen, wenn ich in dieser Zeit nach draußen gehe. |
23 | এই বছরও এমন হলো, আর ঠিক যে দিন পরাগরেণু ওড়া শুরু হলো। | Dieses Jahr war es wieder das gleiche, genau an dem Tag, an dem die Pollen zu fliegen begannen. |
24 | আমি এটা নিয়ে চিন্তা করিনি কারন আমি এটাকে হিসাবে নিতে চাইনি, কিন্তু আমার এখন মনে হয় এটা অবশ্যই কাফুনশো। | Ich habe nicht darüber nachgedacht, denn ich möchte es eigentlich nicht in Betracht ziehen, aber ich denken jetzt, dass es Kafunsho ist. |
25 | চিরো মামা ভাবছেন যে তার কুকুরের কাফুনশো হয়েছে কিনা। | Chiro Mama fragt sich, ob ihr Hund an Kafunsho leidet. |
26 | ইয়ুমিইয়ুমি ব্যাখ্যা করেছেন দই এর প্রভাব সম্পর্কে যে বিশ্বাস সেটাকে। | Yumeyume erklärt die Logik hinter dem viel gepriesenen Joghurt. |
27 | উসাবুতা যে ঔষধ তিনি এই বছর ব্যবহার করবেন তা সম্পর্কে জানিয়েছেন আর ফলাফল জানাবার কথা দিয়েছেন। | Usabuta weist in die Medikation ein, die sie dieses Jahr ausprobiert und verspricht, über das Ergebnis zu berichten. |