Sentence alignment for gv-ben-20140805-44361.xml (html) - gv-deu-20140801-23757.xml (html)

#bendeu
1২০০৮ সালের অপারেশন কাস্ট লিডের চেয়ে ইসরায়েলের প্রটেকটিভ এজে গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেশিGaza: In “Operation Schutzrand” sind bereits mehr Palästinenser getötet worden als 2008 bei der “Operation Gegossenes Blei”
2ফটোসাংবাদিক লাজার সিমেনভ (@লাজসিম) ছবিটি সহ টুইট করেছেন, “বাইত হানুনে হৃদয়বিদারক দৃশ্য।”Getwittert vom Fotojournalist Lazar Simenov: “Apokalyptische Szenen in Beit Hanoun. #Gaza #Palästina #Israel”
3ইসরাইলের অব্যাহত হামলায় অবরুদ্ধ গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছয় বছর আগে ইসরাইল পরিচালিত কাস্ট লিড নামের একটি তিন সপ্তাহের সশস্ত্র হামলায় মৃতের সংখাকে অতিক্রম করে গেছে।Die Zahl der in Gaza getöteten Palästinenser übersteigt - mit fortdauernder Offensive Israels auf den besetzten Landstreifen - am 24. Tag die Zahl derer, die vor sechs Jahren bei der drei Wochen dauernden “Operation Gegossenes Blei” ums Leben kamen.
4​​ফিলিস্তিনিদের স্বাস্থ্য মুখপাত্র ডাঃ আশরাফ আলকেদার ফেসবুকে মৃতের ব্যাপারে একটি পরিসংখ্যান শেয়ার করেছেন। তাঁর মতে, এই সংঘাতের ফলে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনিদের সামগ্রিক সংখ্যা ১,৪৩৭ এবং আহতদের সংখ্যা ৮,৩০০ জন।Laut des Sprechers des palästinensischen Gesundheitsministeriums, Dr. Ashraf Alqedra, der über Facebook auf Arabisch Statistiken veröffentlicht, seien im Zuge des Konflikts, den Israel “Operation Schutzrand” nennt, bislang insgesamt 1.437 Palästinenser getötet und mehr als 8.300 Menschen verletzt worden.
5ইসরায়েল এই হামলার নাম দিয়েছে ​​অপারেশন প্রোটেকশন এজ।Dr. Alqedra sagt, am 31.
6ডাঃ আলকেদার বলেছেন, গত ৩১ জুলাই তারিখের হামলায় ৭৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৫০ জন আহত হয়েছেন।Juli seien 79 Palästinenser getötet und 350 verletzt worden.
7৬১ জন ইসরায়েলী সৈন্য ও তিন জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।61 israelische Soldaten und drei Zivilisten seien ebenfalls ums Leben gekommen, berichtet die Haaretz.
8মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০০৮/০৯ সালে পরিচালিত অপারেশন কাস্ট লিডে (বন্ধুত্বপূর্ণ আগুন থেকে ৪ জন) ১,১৬৬ থেকে ১,৪১৭ জন ফিলিস্তিনি এবং ১৩ জন ইসরায়েলির মৃত্যু হয়।Laut Berichten der Medien habe die “Operation Gegossenes Blei” dazu geführt, dass zwischen 1.166 und 1.417 Palästinenser und 13 Israelis (vier von ihnen durch irrtümlichen Beschuss der eigenen Streitkräfte) 2008 und 2009 getötet wurden.
9সাংবাদিক রুথ পোলার্ড রিপোর্ট করেছেন:Die Journalistin Ruth Pollard schreibt:
10স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, #গাজায় মৃতের সংখ্যা ১৪১৮ জনে পৌঁছেছে এবং ৮২৬৫ জন আহত হয়েছে।Opferzahlen sind in Gaza auf 1.418 Tote gestiegen, sagt das Gesundheitsministerium. 8.265 Verletzte.
11এটি কাস্ট লিডকে অতিক্রম করে গেছে।Gegossenes Blei ist übertroffen.
12এর যেন কোন শেষ নেই।Kein Ende in Sicht.
13গত ৮ জুলাই তারিখে ৪০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় স্ট্রিপের বিরুদ্ধে ইসরাইল ব্যাপক আক্রমন শুরু করে। তাদের সামরিক বাহিনী আবাসিক এলাকা, বাজার, স্কুল, খেলার মাঠ, হাসপাতাল, আশ্রয়স্থল এবং শরণার্থী শিবিরের উপর ব্যাপক বোমাবর্ষণ করে, যা ৭৫ শতাংশ বেসামরিক মৃত্যুকে ত্বরান্বিত করে।Seitdem Israel die massive Offensive auf den 40 Kilometer langen Küstenstreifen am 8. Juli begonnen hat, wurden Schulen bombardiert, Spielplätze, Krankenhäuser, Notunterkünfte und Flüchtlingslager und 75 Prozent der Getöteten sind Zivilisten.
14২৮ জুলাই তারিখে, ইসরাইল গাজার একমাত্র পাওয়ার প্ল্যান্টটিকে আক্রমণ করে, যার ফলে ১ দশমিক ৮ মিলিয়ন মানুষের ঘনবসতিপূর্ণ স্ট্রিপটি অন্ধকারে পতিত হয়।Am 28. Juli griff Israel das einzige Elektrizitätswerk von Gaza ab und der umkämpfte Streifen und die dort 1,8 Millionen lebenden Menschen waren von Finsternis umgeben.
15জাতিসংঘের মতে, গাজায় উদ্বাস্তু ফিলিস্তিনিদের সংখ্যা ৪,০০,০০০ অতিক্রম করতে পারে, যাদের যাওয়ার কোন জায়গা নাই।Da es in Gaza keine Möglichkeit gibt, zu entkommen, könnte die Zahl der Binnenflüchtlinge bei mehr als 400.000 Menschen liegen, so ein englischsprachiges Dokument der Vereinten Nationen.
16গত ছয় বছরের মধ্যে গাজায় এটি ইসরাইলের তৃতীয় সামরিক হামলা।Das ist Israels dritte militärische Operation in Gaza innerhalb von sechs Jahren.
17গাজা এবং পশ্চিম তীরের এই ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েল থেকে প্রদত্ত অতিরিক্ত সীমাবদ্ধতা রয়েছে, যার ফলে অধিকাংশ বিশ্ব এবং জাতিসংঘ এই এলাকাটি ইসরায়েল দ্বারা “দখল” বলে বিবেচনা করে। আমাদের বিশেষ কভারেজ অনুসরণ করুন: #গাজা: ইসরায়েলের ন্রিস্রংশ হামলায় বেসামরিক মৃত্যুর পাহাড়Unverhältnismäßige Restriktionen von Seiten Israels für die palästinensischen Gebiete Gaza und Westbank sind der Grund dafür, dass die meisten Staaten und die Vereinten Nationen bei diesem Gebiet von einer Besatzung sprechen.