# | ben | deu |
---|
1 | মাদাগাস্কার: প্রহরীর পরিবর্তন? | Madagaskar: Wachablösung? |
2 | মাদাগাস্কারের রাজনৈতিক সংকট এখন এক চরম অবস্থানে এসে পৌঁছেছে। রাষ্ট্রপতি মার্ক রাভালোমানানার শাষনকালের শেষ সময় শুরু হয়ে গেছে। | Die Krise in Madagaskar hat möglicherweise einen wichtigen Wendepunkt erreicht: der Anfang vom Ende des Regimes von Präsident Marc Ravalomanana. |
3 | তবে এখনও বিভ্রান্তি রয়ে গেছে আসলে বর্তমানে দেশটির ক্ষমতায় কে অবস্থান করছে। মনে হচ্ছে দেশটির সেনাবাহিনী রাজধানী আনতানানারিভোর প্রাক্তন মেয়র এন্ড্রি রাজোলিনার পক্ষ অবলম্বন করছে। | Während immer noch Unklarheit darüber herrscht, wer nun gerade das Sagen hat, scheint die Armee hinter dem früheren Bürgermeister Andry Rajoelina zu stehen. |
4 | প্রধানমন্ত্রীর অফিস এবং জাতীয় টেলিভিশন কেন্দ্র যথারীতি রাজোলিনার নিয়ন্ত্রনে রয়েছে। | Das Büro des Premierministers sowie das staatliche Fernsehen stehen nun unter Rajoelinas Kontrolle. |
5 | মাদাগাস্কারের টুইটার ব্যবহারকারীরা ঘটনার তাজা বিবরণ দিয়ে এই জটিল রহস্য উন্মোচন করছে। | Twitterer in Madagaskar beschreiben die Abfolge der Ereignisse. |
6 | শনিবারে ঘটনার শুরু তখন, যখন রাজোলিনা মনোনীত প্রধানমন্ত্রী মোনজা রইনডেফো বর্তমান প্রধানমন্ত্রী চার্লস রাবে মানানজারার অফিসে হেঁটে যান এবং পুরো ভবনটির নিয়ন্ত্রণ নিয়ে নেন। ঘটনাটি ফরাসী ভাষায় বর্ণনা করছে ভারজিনিয়ে। | Virginie berichtet, dass am Samstag alles damit begann, dass der von Rajoelina ernannte Premierminister Monja Roindefo, sich Zugang zum Büro von Premierminister Charles Rabemananjara verschafft und die Kontrolle über das Gebäude (fr) übernommen hatte. |
7 | নতুন প্রধানমন্ত্রী মোনজা ঘোষান দেন দেশের নিয়ন্ত্রণ এখন তার বাহিনীর দখলে। | Danach erkläre er, dass das Land nun unter Kontrolle seines Lager stehe. |
8 | পরে সেদিন সকালে রি-হিটা জানান কয়েক সপ্তাহ ধরে লুকিয়ে থাকা রাজোলিনা প্যালেস দু ১৩ মাইতে আসেন এবং দাবী করেন রাভালোমানানাকে রাস্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হবে। | Später am Morgen berichtet Re_Hita, dass Rajoelina, der in der vergangene Woche untergetaucht war, an den Place du Mai 13 gekommen sei und den Rücktritt President Ravalomananas gefordert hätte (fr). |
9 | এর কয়েক ঘন্টা পরে মাদাগাস্কারের ওয়েব সাইট টপমাদা সরকারের একটি বিবৃতি পোস্ট করে (ফরাসী ভাষায়), যেখানে সরকার অস্বীকার করে যে বিরোধীরা দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সরকার সেখানে উল্লেখ করে, তারা এখনও বিরোধী পক্ষের সাথে আলোচনার পরিকল্পনা করছে । | Einige Stunden später veröffentlichte die madagassische Website Topmanda eine Stellungnahme der Regierung, in der die Machtübernahme durch die Opposition dementiert und erklärt wurde, dass es immer noch darum ginge Verhandlungen zwischen den beiden rivalisierenden Seiten herbeizuführen (fr). |
10 | সংসদের নেতা জাক সীলা প্যালেস দু ১৩ মাই তে রাজোলিনার সাথে আলাপে বসেন এবং তাকে জাতির নতুন নেতা হিসেবে বর্ণনা করেন (মালাগাসী ভাষায়)। | Am Place du 13 Mai trat Parlamentsvorsteher Jacques Sylla zusammen mit Rajoelina auf die Bühne und nannte diesen den neuen Führer der Nation (mg). |
11 | বারিজোয়ানা লিখেছেন যে রাজোলিনা তার বক্তৃতায় অস্বীকার করেছেন যে তিনি রাভালোমানানার জীবন হরন করতে চেয়েছিলেন। | Barijaona schrieb, dass Rajoelina während seiner Rede abstritt, er wolle Ravalomananas Leben beenden und wiederholte mehrfach, er werde keine Truppen in den Präsidentenpalast schicken, weil er ein Blutbad vermeiden wolle. |
12 | এবং আবার উল্লেখ করেন তিনি রাষ্ট্রপতি ভবনে সৈন্য পাঠাননি কারন রক্তপাত চাননি তিনি। সিরিল ভানিয়ে এক তথ্যে জানাচ্ছেন রাষ্ট্রপতি ভবন রক্ষা করার জন্য কয়েকশত লোক তার সামনে অবস্থান কর্মসূচী নিয়ে বসে আছে। | In der Tat heißt es in einem Bericht von Cyril Vanier vom Palast, dass einige hundert Menschen sich zum Schutz des Präsidenten vor dem Palast zu einem Sit-in zusammengefunden hätten. |
13 | থিয়েরি জানাচ্ছেন যে রাজোলিনা রাষ্ট্রপতিকে পদত্যাগ করার জন্য নির্দিষ্ট চার ঘন্টার সময় বেঁধে দেন। | Thierry postet, dass Rajoelina dem Präsidenten ein Ultimatum gestellt habe, innerhalb von 4 Stunden zurückzutreten. |
14 | ভার্জিনিয়ে লেখেন ইতিমধ্যে লুটেরাদের দল রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করে। বর্তমানে প্রাসাদটি খালি পড়ে আছে কারন রাভালোমানানা এখন আইয়াভোলোহায় তার বাসভবনে অবস্থান করছেন। | In der Zwischenzeit schrieb Virginie, dass Brandstifter in den Präsidentenpalast eingedrungen seien, der zurzeit unbewohnt ist, da sich Ravalomanana an seinem Wohnsitz in Iavoloha befindet. |
15 | রাভালোমানানার পদত্যাগ ছাড়াই চার ঘন্টা পার হয়ে যায়। | Vier Stunden später verstrich das Ultimatum ohne einen Rücktritt Ravalomananas. |
16 | থিয়েরি জানান সামরিক বাহিনী রাষ্ট্রপতির ভবন আক্রমন করবে না। | Thierry berichtete, die Armee würde den Präsidentenpalast nicht stürmen. |
17 | রোবাবার মালাগাসী ব্লগোস্ফিয়ার দারুন দুশ্চিন্তার মধ্যে দিয়ে অপেক্ষা করছিল পরিস্থিতির কতটা উন্নতি হলো তা দেখার জন্য। | Am Sonntag wartete die madagassische Blogosphäre mit Sorge auf weitere Entwicklungen und war sich recht unsicher, wer denn nun wirklich das Sagen hatte. |
18 | তারা তখনও নিশ্চিত ছিল না কে আসলে দেশটিকে নিয়ন্ত্রণ করছে। এই সঙ্কট থেকে উত্তরনের জন্য রাভালোমানানা একটি গণভোটের প্রস্তাব দেন (ফরাসী ভাষায়)। | Ravalomanana bot als potenziellen Ausweg aus der Krise ein Referendum an und warnte seine Anhänger mit den Worten “die Krise besteht nicht nur zwischen Madagassen” (fr). |
19 | তিনি তার অনুসারীদের সর্তক করে দেন এই সঙ্কট কেবল মালগাসীর জনগণের মধ্যে সীমিত নয় । | Arinaina vermutet, dass die nationale Radiofrequenz erneut Opfer von Piraterie geworden sei. |
20 | আরিনিয়াইনা সন্দেহ করছিল যে জাতীয় বেতার তরঙ্গ আবার হয়ত চুরি হয়ে গেছে। | Barijoana und Re_Hita verfolgten die ersten Fernsehnachrichten auf dem nun von Rajoelina kontrollierten staatlichen Fernsehkanal. |
21 | বারিজোয়ানা এবং রি_হিটা রাজোলিনা নিয়ন্ত্রিত জাতীয় টেলিভিশন থেকে প্রচারিত প্রথম সংবাদটি দেখছিলেন। | Barijaona bemerkt, dass obwohl die Rede von Ravalomanana und seine Rücktrittsweigerung gesendet wurde, sein Aufruf zu einem Referendum jedoch aus der Rede herausgeschnitten worden war (fr). |
22 | বারিজোয়ানা জানান যদিও টেলিভিশনে রাভালোমানানার ভাষণ দেখাচ্ছিল এবং জানাচ্ছিল যে তিনি পদত্যাগ করতে অস্বীকার করেছেন, তবে তার ভাষণে তিনি যে সংস্কারের কথা উল্লেখ করা করেন সেটি ভাষণ থেকে বাদ দিয়ে দেওয়া হয় (ফরাসী ভাষায়)। | |
23 | ওই সংবাদে আরও দেখানো হয়েছিল পদত্যাগ করা রাষ্ট্রপতির প্রহরীদের (একদিন আগে পদত্যাগ করেছিল) যারা সেনাবাহিনীতে যোগ দিয়েছে। | In den Nachrichten kamen außerdem frühere Mitglieder der Präsidentengarde (die am Vortag gekündigt hatten) vor und die jetzt der Armee beigetreten sind. |
24 | ডটএমজি জানাচ্ছে যে এই প্রাক্তন গার্ডেরা নাকি বলেছে যে প্রাসাদের সামনে অবস্থানরত রাভালোমানানার সমর্থকদের দরকার হলে জোরপূর্বক সেখান থেকে সরানো দরকার। | DotMG berichtet, dass die früheren Gardisten dazu aufriefen, die vor dem Palast sitzenden Zivilisten, notfalls mit Gewalt, zu entfernen. |
25 | তারা বলেছে যে সশস্ত্র লোকেরা এবং ভাড়াটে যোদ্ধারা সক্রিয় রয়েছে। | Die früheren Gardisten berichten außerdem von Söldnern und bewaffneten Zivilisten. |