# | ben | deu |
---|
1 | মেক্সিকো: ২০ বছর বয়সী নারী উত্তর মেক্সিকোর শহরে নতুন পুলিশ প্রধান | Mexiko: 20-jährige Frau ist neuer Polizeichef von Nord-mexikanischer Stadt |
2 | তাঁর নাম মারিসোল ভ্যালেস গার্সিয়া এবং তাঁকে বলা হয় “মেক্সিকোর সবচাইতে সাহসী নারী” [ স্পেন] | Sie heißt Marisol Valles García und wird die mutigste Frau in Mexiko” genannt [es]. |
3 | অপরাধ বিজ্ঞান বিষয়ের শেষ বর্ষে অধ্যায়ন করা ২০ বছর বয়সী বিবাহিত নারী ভ্যালেস গার্সিয়া চিচুওয়াহুয়ার প্রাক্সেডিস এর নতুন পুলিশ প্রধান হয়েছেন। | Valles García ist eine 20-jährige verheiratete Frau, die das letzte Jahr Kriminologie studiert; sie ist auch die neue Polizeichefin von Práxedis, Chihuahua. |
4 | মেক্সিকোর সবচাইতে সংঘাতপূর্ণ শহর সিউদাদ জুয়ারেজ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দুরে প্রাক্সেডিস শহর অবস্থিত। | Práxedis liegt ungefähr 100 Kilometer von Ciudad Juárez, Mexikos gewalttätigster Stadt, entfernt. |
5 | কিন্তু কেন তাঁকে এ গুরুত্বপূর্ণ চাকুরি টি দেওয়া হয়েছে? | Aber warum erhielt sie diesen wichtigen Job? |
6 | দি মেক্স ফাইলস ব্লগের রিচার্ড গ্র্যাবম্যান পরিস্থিতির ব্যাখ্যা প্রদান করেছেন: | Richard Grabman Richard Grabman erklärte die Situation in seinem Blog The Mex Files: |
7 | ২০ বছর বয়সী অপরাধ বিজ্ঞানের ছাত্রী মারিসোল ভ্যালেস গার্সিয়া একমাত্র প্রার্থী যে জননিরাপত্তা বাহিনীকে হুকুম করার জন্য এগিয়ে এসেছে। | Der einzige Kandidat der vortrat um die öffentliche Sicherheitsbehörde zu kommandieren, war Marisol Valles García, eine zwanzig Jahre alte Studentin der Kriminologie. |
8 | শহরের নতুন শেরিফ (এবং মেক্সিকোর তরুণতম পুলিশ প্রধান) একটি ছোট ডিপার্টমেন্টের তত্ত্বাবধান করেন যেখানে প্রতি কমিউনিটির জন্য সর্বোচ্চ দু'দফায় কর্মকর্তাদের পরিক্রমণ বা পেট্রোলের ব্যবস্থা রয়েছে। | Der neue Sheriff der Stadt (und die jüngste Polizeichefin in Mexiko) betreut eine kleine Abteilung, die höchstens zwei Schichten Streifenpolizisten pro Gemeinde hat. |
9 | ২১ বছর বয়সী ব্লগার ক্রিস্টিয়ান গার্সিয়া এ বিষয়ে মন্তব্য করেন: | Cristhian García, ein 21-jähriger mexikanischer Blogger, kommentiert [es] zu diesem Thema: |
10 | মারিসোল তাঁর সাহস প্রমানের জন্য গতকাল নিজের উন্মুক্ত মুখাবয়বের ছবি প্রদর্শন করে এ কথা প্রমান করার জন্য যে, সংঘবদ্ধ অপরাধ এবং মাদক পাচারের বিরুদ্ধে স্বেচ্ছায় যুদ্ধ করার জন্য মেক্সিকোতে এখনো কিছু সাহসী মানুষ আছে। | Der Bürgermeister der Stadt suchte einen Polizeichef, und nachdem er alle Männer innerhalb der Körperschaft überprüft hatte, stand Marisol auf und sagte: “Hier hat jeder Angst, wir alle haben Angst, wir sollten aber diese Angst zu Sicherheit verwandeln.” |
11 | সংবাদ ভিত্তিক ওয়েবসাইট লা পোলাকা [স্পেন] এক নিবন্ধে উল্লেখ করে যে,“ পুলিশ প্রধান তো নয়ই বরঞ্চ পুলিশ হতেও কোন পুরুষ আগ্রহী নয় কারন, অনেক পোষাকধারীর খুন হওয়ার মত তাদেরও খুন হওয়ার ভয় রয়েছে।” | Und um ihren Mut zu beweisen, lies sich Marisol gestern mit unbedecktem Gesicht fotografieren und zeigt damit, dass es in Mexiko immer noch mutige Menschen gibt, die bereit sind, Drogenhandel und organisierte Verbrechen zu bekämpfen. |
12 | বর্তমানে মেক্সিকান নাগরিকগণ এবং সারা বিশ্বের জনগণ যারা ভ্যালেস গার্সিয়ার বিষয়টি জানে তাঁরা এ বিষয়ে টুইটারে আলাপ-আলোচনা শুরু করেছে। ওহাইয়ো থেকে টুইটার ব্যবহারকারী এডাম ডি. | Ein Artikel der Nachrichten Webseite La Polaka [es] “keiner der Männer wollte ein Polizist werden und noch viel weniger der Polizeichef aus Furcht davor umgebracht zu werden, wie so viele andere in Uniform bereits umgebracht wurden.” |
13 | | Zur Zeit haben viele Mexikaner und Leute aus der ganzen Welt, die von Valles García gehört haben, über diese Neuigkeiten getweetet: Adam D. |
14 | প্রিন্স (@rabbitcincouno) বলেন: | Prince (@rabbitcincouno) aus Ohio tweetet: |
15 | #সপ্তাহের নায়ক পদকটি পেলেন ২০ বছর বয়সী অপরাধ বিজ্ঞানের শিক্ষার্থী মারিসোল ভ্যালেস গার্সিয়া, যিনি মেক্সিকোর গুয়াডালুপের পুলিশ প্রধান হয়েছেন। | #HerooftheWeek (Held der Woche) Auszeichnung geht an die 20-jährige Marisol Valles Garcia, eine Kriminologie Studentin, die Polizeichefin in Guadalupe, Mexiko geworden ist … |
16 | মেক্সিকোর ভেরাক্রুজ এর লরা রুইজ(@YoSoyBereNice) বলেন: | Laura Ruíz (@YoSoyBereNice), aus Veracruz, Mexiko trug ihre Meinung dazu bei: |
17 | ২০ বছর বয়সী মারিসোল ভ্যালেস গার্সিয়া চিহুয়াহুয়ার পুলিশ প্রধান হয়েছেন যিনি সেখানকার একমাত্র সাহসী ব্যক্তি। | Marisol Garcia Valles eine 20-jährige, wird die Leiterin der Polizei in Chihuahua. - Da kann man sehen “wer dort die Hosen trägt”. |
18 | অভিনেতা টম ক্রুজ, (@TomCruise) ও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন: | Das Thema wurde sogar auf der Seite von Schauspieler Tom Cruise, (@TomCruise) kommentiert: |
19 | ২০ বছর বয়সী মারিসোল ভ্যালেস গার্সিয়া প্রকৃত জীবনের নায়ক যে মেক্সিকোর সবচাইতে সংঘাতপূর্ণ শহরের পুলিশ প্রধান। | Die 20 jährige Marisol Valles Garcia ist, als Polizeichefin von Mexikos gewalttätigster Stadt, eine echte Heldin aus dem wirklichen Leben. |
20 | চলুন আমরা তাঁকে সমর্থন জানাই: http://bit.ly/ata0wm | Wir sollten sie unterstützen: http://bit.ly/ata0wm |
21 | সর্বশেষ পেরিদিস্তা ডিজিটাল [স্পেন] ব্লগে হারমোসিল্লো বিষয়টিকে এবং ভ্যালেস গার্সিয়াকে তাঁর এলাকার গর্ব হিসাবে গুরুত্ব দিয়ে বলেন: | Schließlich berichtet der Blog Hermosillo bei Periodista Digital [es], über die Angelegenheit und Valles García wird als jemand erwähnt, auf den ihre Region stolz sein kann: |
22 | সন্দেহাতীতভাবে আবারো একজন সাহসী ও সুন্দরী নারীর “স্কার্ট”চিহুয়াহুয়া অঞ্চলকে সুনামের অধিকারী করেছে। | Ohne Zweifel haben wieder einmal “die Röcke” einer schönen und mutigen Frau aus Chihuahua ihrer Region einen guten Namen gegeben. |
23 | যাহোক আমরা এ নারী মারিসোল ভ্যালেস গার্সিয়া যে চাকুরি গ্রহণ করেছে তার জন্য তাঁকে এই বড় অক্ষরগুলোর মতই স্বাগত জানাই। | Auf jeden Fall begrüßen wir alle Kommentare, weil SIE, MARISOL VALLES GARCÍA, genau wie hier in großen Buchstaben, die einzige war, die den Job angenommen hatte. |