Sentence alignment for gv-ben-20150526-48956.xml (html) - gv-deu-20150528-28932.xml (html)

#bendeu
1বাংলাদেশে হিজড়াদের ট্রাফিক পুলিশে নিয়োগ দেয়া হচ্ছেBangladesch möchte Hijras, das dritte Geschlecht, verstärkt in der Verkehrspolizei einsetzen
2হিজড়া সম্প্রদায় তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতির একবছর উদযাপন করছেন।Hijras feiern den ersten Jahrestag der offiziellen Anerkennung des dritten Geschlechts in Bangladesch.
3ছবি তুলেছেন এসকে হাসান আলী।Bild von SK Hasan Ali.
4স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)Copyright Demotix (10/11/2014)
5বাংলাদেশে হিজড়াদের পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে তাদেরকে ট্রাফিক পুলিশে নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।Die Regierung Bangladeschs plant nun Hijras, die seit 2013 offiziell als ein eigenes Geschlecht in Bangladesch anerkannt sind, in der Verkehrspolizei einzusetzen, um sie damit gesellschaftlich zu stärken und ihnen Jobs anzubieten.
6২০১৩ সালে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়ার পর ট্রাফিক পুলিশে নিয়োগ দেয়ার সরকারি উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।Hijra ist eine weibliche Geschlechtsidentität, die Menschen die männlich oder intersex geboren wurden, angenommen haben und die in westlichen Ländern häufig als Transgender bezeichnet wird. Die Initiative der Regierung, sie in der Verkehrspolizei einzusetzen, hat großen Zuspruch der Bürger Bangladeschs erfahren.
7ব্লগার আরিফ জেবতিক বিষয়টিকে রাষ্ট্রের মানবিক হয়ে উঠার লক্ষণ হিসেবে দেখছেন:Der Blogger Arif Jebtik sieht in diesem Schritt ein Zeichen, dass sich das Land in eine positive Richtung entwickelt:
8হিজড়াদের এই নিয়োগ চিন্তা রাষ্ট্র হিসেবে মানবিক হয়ে উঠার পথে একটি ক্ষুদ্র কিন্তু অতিশয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।Hijras im Polizeidienst einzustellen ist ein kleiner aber wichtiger Schritt des Landes, menschlicher zu werden. Die erste Phase des Projekts wird vielleicht nicht erfolgreich sein.
9প্রথম দিকে এই প্রজেক্টটি হয়তো পুরো সফল হবে না, হিজড়াদেরকে সামাজিক ভাবে অবস্থান দেয়ার ক্ষেত্রে অনেক বাঁধা-বিপত্তি আসবে, কলিগদের মাঝে অসন্তোষ হবে, পথের মানুষ হয়তো সহজে তাঁদেরকে সিরিয়াসলি নিতে যাবেন না-তবে আমি আশাবাদী এসব ঝুটঝামেলা শেষ হয়ে এটি একটি সুন্দর উদ্যোগ হয়ে উঠবে।Hijras werden viele Hürden nehmen müssen, bis sie ihren sozialen Status erreichen und es wird Enttäuschung unter den Beschäftigten geben. Menschen werden sie möglicherweise nicht ernst nehmen.
10টুইটার ব্যবহারকারী হারুন উর রশীদ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন:Aber ich hoffe, dass sie all diese Hindernisse nehmen werden und sich die Initiative als großartig erweist.
11বাংলাদেশে হিজড়াদের ট্রাফিক পুলিশে নিয়োগ দেয়া হবে।Der Twitternutzer Harun ur Rashid begrüßt den neuen Regierungsplan:
12সরকারের খুব ভালো উদ্যোগ এটি।Hijras in der Verkehrspolizei in Bangladesch einsetzen.
13বাংলাদেশে হিজড়াদের ভালো চোখে দেখা হয় না।Ein sehr begrüßenswerter Schritt der Regierung.
14সমাজে তাদের কোনো গ্রহণযোগ্যতাও নেই। তাদেরকে কেউ চাকরি দেয় না।Hijras in Bangladesch erfahren noch eine weitverbreitete Diskriminierung und haben häufig Probleme, Arbeit zu finden.
15বাধ্য হয়েই তারা টাকার জন্য রাস্তায় নেমে চাঁদাবাজিসহ নানা ধরনের কাজ করেন।Der Ex-Banker Syed Ashraf Ali schrieb in einem Gastkommentar im Financial Express:
16সাবেক ব্যাংকার সৈয়দ আশরাফ আলী লিখেছেন: তাদেরকে চাকরির কোনো সুযোগ দেয়া হয় না।Dadurch dass den Hijras Arbeitsmöglichkeiten häufig verweigert werden, sind sie gezwungen sich mit Arbeiten durchzuschlagen, die nicht unserem Geschmack entsprechen.
17বাধ্য হয়েই তারা এ ধরনের জীবন বেছে নেন, যা আবার আমাদের পছন্দ না।Viele gewöhnen sich daran, bei ihrer Arbeit erpresst oder an öffentlichen Plätzen belästigt zu werden.
18টাকার জন্য তারা মানুষদের উত্যক্ত করেন, বিরক্তি জাগায় এমন কাজ করেন।Einige treten bei Feiern auf, während wieder andere betteln oder sich prostituieren.
19কেউ কেউ নানা ধরনের সামাজিক অনুষ্ঠানে [সন্তান হলে তার নাচের অনুষ্ঠান] অংশ নেন।Rubait Saimum ermahnt die Netizens die Regierungsinitiative nicht zu loben ohne die praktischen Details zu kennen:
20কেউ কেউ ভিক্ষাবৃত্তি বেছে নেন। আবার কেউ যৌন পেশায় চলে যান।[…] Noch wenige Tage zuvor wurde von Hijras durch Bedrohungen und andere Aktivitäten in der Straße Geld eingetrieben.
21তবে রুবাইয়াত সাইমুম সরকারের এই উদ্যোগকে এখনই সাধুবাদ জানাতে নারাজ।Deshalb müssen wir darüber nachdenken, wie sie den Straßenverkehr regeln können und respektiert werden.
22আরিফ জেবতিকের ফেসবুক পোস্টে কমেন্ট করতে গিয়ে তিনি লিখেছেন:Wir müssen auch verstehen, welche Art von Training sie in der Polizei bekommen werden.
23[…] যারা দুই দিন আগেও রাস্তায় চাদাবাজি করত তারা কিভাবে ট্রাফিক কন্ট্রোল করবে তা ভাবার বিষয়, সাধারন ট্রাফিক পুলিশের ট্রেনিং বাইরে আর কি কি ট্রেনিং এর আওতায় আনা হচ্ছে তা খতিয়ে দেখা দরকার আর এটা কতটুকু বাস্তবায়ন যোগ্য আর বাস্তবিক তাও ভাবা উচিত শুধু প্রশংসা আর মারহাবা শোনার জন্য কোন সিদ্ধান্ত সরকারের নেয়া উচিত হবে না।Darüberhinaus sollten wir nachdenken, ob diese Initiative realistisch genug ist, um erfolgreich umgesetzt zu werden und wie es realistisch möglich wäre. Die Regierung kann nicht gedankenlose Entscheidungen treffen, nur um gelobt zu werden.
24এদিকে দেব সাহা মনে করেন, সাধারণ পুলিশের চেয়ে হিজড়ারা কোনো অংশে খারাপ করবে না।Dev Saha denkt, dass Hijras den Job besser ausführen werden als die durchschnittlichen Beschäftigten der Verkehrspolizei.
25উদাহরণ হিসেবে তিনি ব্লগার ওয়াশিকুর রহমানের হত্যাকারীদের আটক করার প্রসঙ্গ টেনে ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনের মন্তব্য'র ঘরে লিখেছেন:Als Beispiel nennt er den Fall von zwei Hijras, die im März auf offener Straße zwei der Männer, die den Blogger Washikur Rahman überfallen und umgebracht hatten, bei ihrer Flucht aufgehalten und gefasst haben.
26ওয়াশিকুরের হত্যাকারীদের আটক করার ঘটনায় প্রমাণ হয়ে গেছে তৃতীয় লিঙ্গের মানুষেরা সাধারণ পুলিশের চেয়ে ভালো-ই করবে।Saha schrieb im Dhaka Tribune: Transgender Menschen werden diesen Job wahrscheinlich besser ausführen als die reguläre Polizei Bangladeschs, dass hat der Fall des Mörders von Washikur gezeigt.
27একমাত্র তারাই হত্যাকারীদের আটক করতে পেরেছে।Nur sie haben es geschafft, mit bloßen Händen die Angreifer zu fassen.
28বাংলাদেশের পুলিশের জন্য এটি লজ্জাজনক ঘটনা!Beschämend für die gut ausgebildete Polizei Bangladeschs!
29সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এক জরিপ অনুযায়ী বাংলাদেশে ১০ হাজারের বেশি হিজড়া রয়েছেন।Das Sozialamt schätzt, dass derzeit über 10.000 Hijras in Bangladesch leben.
30সরকার হিজড়াদের দক্ষতা উন্নয়নে ২০১২-২০১৩ অর্থবছরে ৯ কোটি টাকা বরাদ্দ করেছিল।Die Regierung hat in den Rechnungsjahren 2012 und 2013 ungefähr 9 Crore Taka (1,15 Millionen US-Dollar) für Förderprogramme für Hijras ausgegeben.
31উল্লেখ্য, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের মতে, বিশ্বের বসবাস অযোগ্য শহরগুলির একটি বাংলাদেশের রাজধানী ঢাকা। আর এর পিছনে অনেক কারণগুলির অন্যতম যে অসহনীয় যানজট তা বলাইবাহুল্য।Laut der Economist Intelligence Unit ist Dhaka, die Hauptstadt Bangladeschs, eine der lebensunwertesten Städte weltweit und der extreme Verkehrsstau hat zu diesem Ruf dazu beigetragen.
32এই শহর কোনোভাবেই ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণ করতে পারছে না, দিন দিন এটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।Die Stadt kann das wachsende Verkehrsaufkommen nicht mehr bewältigen, was eine Stressquelle für viele darstellt.
33সবাই আশা করছেন, এই যানজট নিরসনে ট্রাফিক পুলিশ হিসেবে হিজড়ারা ভালো ভূমিকা রাখতে সক্ষম হবেন।Es besteht daher die Hoffnung, dass Hijras in der Verkehrspolizei dazu beitragen werden, diesen Verkehrsstau zu reduzieren.