# | ben | deu |
---|
1 | সংস্কৃতি ও আন্তর্বর্ণের বিবাহ সম্বন্ধে ব্লগিং করা | Blogger über Kulturen und gemischte Ehen |
2 | আধুনিক প্রযুক্তির কল্যানে মানুষ যত কাছে আসছে, ততই পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা, সংস্কৃতি এবং বর্ণগত প্রতিবন্ধকতাকে দুরে সরিয়ে দিচ্ছে; একই সাথে আন্তর্বর্ণ বিবাহ অনেকটাই সাধারণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। | |
3 | বেশ কিছু পরিবার যারা মিশ্র বর্ণ ও ধর্মে আবদ্ধ হচ্ছে বা ভিন্ন ধর্ম ও বর্ণে বিবাহ করেছে, তারা ব্লগ জগৎে তাদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। | Menschen auf der ganzen Welt kommen sich näher durch moderne Technologie und kulturelle und ethnische Barrieren lösen sich durch gegenseitiges Verständnis und gegenseitigen Respekt auf; und es kommt häufiger zu gemischten Ehen. |
4 | তারা এমন এক সংস্কৃতি ও দেশের প্রতি তাদের দৃষ্টি নিবদ্ধ করছে, যেখানে তারা বহিরাগত এবং তারা সেখানকার সবকিছু শেখার মত এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। | |
5 | ইন্টাররেসিয়ালম্যারিজ নামক ব্লগের লেখক একজন অস্ট্রেলিয় পুরুষ জানাচ্ছে যে সে এক চীনা মহিলাকে বিয়ে করেছে। | |
6 | এই মহিলা প্রকৃতপক্ষে একজন নিরীশ্বরবাদী বা নাস্তিক। | Einige Familien unterschiedlicher Ethnien und Religionen teilen ihre Erfahrungen mit der Blogosphäre. |
7 | তিনি তার পুত্রকে নিয়ে যে ভাবে পরিবারে বড়দিনের উৎসব উদযাপন করেছেন সে সম্বন্ধে লিখেছেন। | Die Betrachtung einer Kultur und eines Landes aus der Perspektive eines Außenstehenden ist eine lehrreiche Erfahrung. |
8 | তিনি তার স্ত্রীর নিরীশ্বরবাদী দৃষ্টিভঙ্গির অর্থ এবং চীনের ঐতিহ্যবাহী প্রথার প্রতি বিশ্বাসের ধরণ বোঝার চেষ্টা করেছেন। | |
9 | “মিসেস বি ঈশ্বরে বিশ্বাস করেন না, কারণ তার মতে এই ব্যাপারে যথেষ্ট প্রমাণের অভাব রয়েছে। | Auf InterracialMarriage bloggt ein Australier, der mit einer Chinesin verheiratet ist, die Atheistin ist. |
10 | কিন্তু তিনি ভাগ্যে বিশ্বাস করেন, বা ফেং সুই (প্রাচীন চীনা বিশ্বাস যাতে স্বর্গ এবং পৃথিবীর আইনের দ্বারা জীবনকে ইতিবাচক করা যায়) অথবা সংখ্যাতত্ত্বে বিশ্বাস করেন, কিংবা যে কোন সংখ্যা যার মধ্যে ধর্মীয় বিষয় জড়িয়ে আছে, তাতে তিনি বিশ্বাস করেন। | |
11 | এই বিশ্বাস গুলো সারা বিশ্বের চীনা সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে রয়েছে। মাঝে মাঝে আমি খেয়াল করেছি মিসেস বি ঘরে অদ্ভুত সব ধর্মীয় আচার পালন করে। | Er schreibt darüber, wie sie Weihnachten zusammen mit Ihrem Sohn als Familie gefeiert haben, und merkt, wie schwer es ihm fällt, die atheistischen Ansichten seiner Frau und ihren Glauben an traditionelle chinesische Rituale zu verstehen. |
12 | তিনি মন্দ ভাগ্যকে দূর করার জন্য এই সমস্ত কাজ করেন। এমনকি তিনি সামনের দরজা এবং পেছনের দরজাকে নতুন জায়গায় বসানোর জন্য প্রচুর টাকা খরচ করিয়েছেন। | „Frau B mag aus Mangel an Beweisen nicht an Gott glauben, das hält sie jedoch nicht davon ab, an Glück, Feng Shui, Numerologie oder irgendwelche anderen kultischen Vorstellungen zu glauben, die in der chinesischen Gemeinde stark verbreitet zu sein scheinen. |
13 | এটি তিনি করেছেন ভালো ফেং সুই-এর মাধ্যমে ঘরে যাতে সৌভাগ্য বয়ে আসে সেই জন্য। এখন আমিও দেখতে পাচ্ছি, এই সমস্ত বিশ্বাসের কোন ভিত্তি নেই। | Manchmal ertappe ich Frau B dabei, wie sie zuhause seltsame Rituale durchführt, um Unglück fernzuhalten, und sie hat uns bereits durch die Verlegung der Vorder- und Hintertür viel Geld gekostet, was dazu führen soll, durch gutes Feng Shui das Glück im Haus einzufangen. |
14 | কিন্তু মিসেস বির জন্য আমি এই সব আচার মেনে নেই। | Ich sehe wiederum keine Grundlage für diesen Glauben, aber ich toleriere sie Frau B zuliebe. |
15 | আমি ধারণা করি তিনি আমার ধর্মের ক্ষেত্রে একই অনুভূতি বজায় রাখেন। | Ich nehme an, sie tut dasselbe was meine Religion anbelangt. “ |
16 | তিনি আমার খাতিরে আমার সকল ধর্মীয় কর্মকাণ্ড মেনে নেন”। যখন একটি বিদেশী সংস্কৃতিকে উপলব্ধি করার বিষয় সামনে এসে দাঁড়ায় তখন সেটি মোটেও সহজ কাজ নয়। | Es scheint, dass das Lesen zwischen den Zeilen bei einer fremden Kultur nicht leicht fällt; sogar, wenn man jemanden aus dieser Kultur heiratet. |
17 | এমনটা মনে হয়; এমনকি যখন আপনি সেই সংস্কৃতির কাউকে বিয়ে করেন তখনও ব্যাপারটি সহজ নয়। | Was passiert jedoch, wenn man versucht, die kulturellen Praktiken seiner besseren Hälfte anzunehmen und dadurch unter seinesgleichen heraussticht? |
18 | কিন্তু আপনি কি করেন, যখন আপনি অন্যের সাংস্কৃতিক শিষ্টাচার পালন করতে গিয়ে নিজের অবস্থান নিয়ে সহকর্মীদের মাঝে বিব্রতকর অবস্থায় পড়ে যান? | Auf GoriGirl teilt die Bloggerin, eine mit einem Bengali verheiratete Weiße, ihre Erfahrungen mit dem „Tragen von Sindur als weiße Frau“. |
19 | গোরিগার্ল-এ ব্লগার, একজন ভারতীয় বাঙ্গালীকে বিয়ে করেছেন। | Verheiratete Hindu-Frauen tragen Sindur (Zinnoberpulver) auf ihrer Stirn. |
20 | শ্বেতাঙ্গিনী হিসেবে তিনি তার সিঁদুর পরার অভিজ্ঞতা আমাদের জানাচ্ছেন। | |
21 | হিন্দু বিবাহিত মহিলারা সিঁথিতে বা কপালে সিঁদুর পরে (সিন্দুঁর-এর শক্তি) এবং এই আচার ভারত এবং নেপালের অনেক এলাকায় দেখা যায়। | |
22 | কিন্তু কেউ যদি ওয়াশিংটন ডিসি নামক শহরে সিঁদুর পরে, তা হলে কি ঘটতে পারে? | Dies ist in vielen Teilen Indiens und Nepal üblich. |
23 | “না, সিঁদুর পরার কারণে বেশীরভাগ দিনই আমার সমস্যা হত। | Wie üblich ist es jedoch in Washington DC? |
24 | আমি সিঁথিতে সিঁদুর দিয়ে কাজে যাই। যেখানে আমি কাজ করি সেখানে বেশ কয়েকজন ভারতীয় কাজ করে। | „Nein, mein Problem mit dem Tragen von Sindur ist, dass ich an den meisten Tagen zur Arbeit gehe, wo es viele Inder gibt. |
25 | তবে তাদের কেউ ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে না। কিন্তু মাঝে মাঝে তারা ছোট পাঞ্জাবী পরে। | Und keiner von ihnen trägt traditionelle indische Kleidung, außer gelegentlich eine kurzte Kurta - sicher trägt keine der verheirateten Frauen Sindur! |
26 | সেখানকার কোন বিবাহিত মহিলা সিঁথিতে সিঁদুর পরে না! এমনকি আমি সিঁদুর পরার ফলে একজন বয়স্ক বাঙ্গালী সহকর্মী মহিলা বিস্ময় প্রকাশ করে, কারণ আমি লোহা পরার মত পুরোনো প্রথা পালন করি। | Ein älterer bengalischer Kollege äußerte sich sogar erstaunt darüber, dass ich der „altmodischen“ Tradition folgte und eine Loha - ein vergoldeter Armreif aus Eisen, der unter bengalischen Frauen als Ehering dient - täglich am linken Handgelenk trug. |
27 | লোহা হচ্ছে সোনা দিয়ে মোড়ানো লোহার বালা, যা বাঙ্গালী মহিলারা বিবাহিত হবার চিহ্ন হিসেবে ধারণ করে। | …………Als ich das letztemal Sindur im Büro trug, wollte mein Chef wissen, ob ich einen Verband für meine Kopfverletzung bräuchte. |
28 | আমি আমার বাম হাতে প্রতিদিন লোহা পরি। ……………. | Ja. |
29 | অন্য দিকে তৃতীয় পক্ষ (হ্যাঁ, হ্যাঁ, আমি জানি) তারাও এতে বিস্মিত হয়, শেষবার যখন আমি সিঁদুর পরে অফিসে যাই, আমার বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা জানতে চান, আমার মাথা ফেটে যে রক্ত পড়ছে, তার জন্য কোন পট্টি লাগবে কিনা। | |
30 | হ্যাঁ, ঠিক, আমি জানি। | Ja, ich weiß. |
31 | আমার সিঁদুর পরা নিয়ে আর কারো কোন সমস্যা রয়েছে কি”? | Hat noch jemand Probleme damit?“ |
32 | কোন কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার মত বিষয় দিগোরিওয়াইফলাইফ ব্লগারের মাথায় রয়েছে। | Hervorstechen war auch das Stichwort der Bloggerin von TheGoriWifeLife, die Amerikanerin und mit einem Pakistani verheiratet ist. |
33 | তিনি একজন আমেরিকান মহিলা যিনি এক পাকিস্তানী পুরুষকে বিয়ে করেছেন। | Sie schreibt darüber, was sie trägt, wenn sie in Pakistan ist: |
34 | তিনি লিখেছেন, যখন তিনি পাকিস্তান ভ্রমণ করেন, তখন তিনি কি কি পোশাক পরিধান করেছিলেন। | |
35 | “এইবার আমি সাথে নিয়েছিল দুই জোড়া জীন্সের প্যান্ট এবং কিছু জামা, কারণ আমি ভেবেছিলাম অন্তত ঘরের ভেতরে আমি আরামদায়ক পোশাক পরে স্বাচ্ছন্দ্যে থাকব, যেহেতু ঘরের ভেতরে এটাই আমার প্রতিদিনের পোশাক। | |
36 | তবে যে কোন কারণেই হোক আমি জিন্সের দু'টি প্যান্ট, পাকিস্তানী জামা পরা, বাদ দিয়েছিলাম এবং যতবার আমি বাইরে যেতাম ততবার আমি সালোয়ার কামিজ ও দোপাট্টা বা ওড়না পরে বাইরে যেতাম। | „Diesesmal habe ich zwei Paar Jeans und ein paar Shirts mitgenommen, weil ich dachte, dass ich wenigstens im Haus etwas Bequemes tragen wollte und ich das zuhause jeden Tag trage. |
37 | বেশ কয়েকবার আমরা আশেপাশের এলাকায় হাঁটতে বেড়িয়ে ছিলাম এবং এই সব পোশাকে সবকিছু স্বাভাবিক এবং সহজ ছিল। | Irgendwie kam es jedoch am Ende so, dass ich Jeans mit einem pakistanischen Hemd und einen Dupatta trug, wenn wir ausgehen trage ich bestimmt genauso oft Salwar Kameez. |
38 | তবে যে কোন কারণেই হোক এবারের পরিস্থিতি খানিকটা কঠিন ছিল”। ভিন্ন সংস্কৃতি এবং তাকে বোঝা কঠিন এক ব্যাপার। | Wir haben sogar einige Spaziergänge in der Nachbarschaft unternommen und es fühlt sich komplett normal und relaxt an. Irgendwie scheinen die Dinge diesesmal anders zu sein.” |
39 | এরপর তাকে মেনে নেওয়ার মত সমস্যা নিয়ে আন্তর্বর্ণে বিবাহিত দম্পতিদের নিয়মিত ঝামেলার মুখোমুখি হতে হয়। | Verständigungsschwierigkeiten und die Akzeptanz in einer anderen Kultur ist etwas, womit gemischte Paare oft konfrontiert werden. |
40 | অনেক সময় তাদের সম্পর্কের ভিত্তি নিয়ে তাদের প্রশ্নের মুখোমুখি হতে হয় এবং যখন বিবাহ এবং অভিবাসন নামক মর্যাদা লাভের বিষয় হিসেবে সামনে চলে আসে, তখন এই বিষয়টি মোটেও প্রীতিকর থাকে না। | |
41 | ইনডিয়াটাইস-এর ব্লগার হিদার লারদেকি একজন আমেরিকান। তিনি একজন ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন। | Manchmal kommt es auch zu Fragen über die Grundlage ihrer Beziehung, und wenn Ehe- und Immigrationsstatus verwechselt werden, ist das nicht sehr angenehm. |
42 | যারা আন্তর্বর্ণ বিবাহকে মর্যাদাপূর্ণ ও উন্নত বিশ্বে বাস করার ক্ষেত্রে সুবিধা লাভের প্রতীক হিসেবে দেখেন তাদের দিকে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। | |
43 | “আমার স্বামীর ক্ষেত্রে, আমাকে বিবাহ করাকে (একজন শ্বেতাঙ্গ নারীকে বিবাহ করা) তেমন একটা মর্যাদার প্রতীক বলা যাবে না। | Auf IndiaTies stellt Bloggerin Heather Lurdkee, eine mit einem Inder verheiratete Amerikanerin, Leute infrage, die eine gemischte Ehe als Statussymbol oder als Möglichkeit zur Erlangung eines permanenten Aufenthaltsrechts sehen. |
44 | তিনি বিশেষ করে একজন আমেরিকান নারী অথবা শ্বেতাঙ্গ মেয়েকে বিয়ে করার জন্য ব্যগ্র ছিলেন না। | „Für meinen Mann ist es kein Statussymbol, mit mir (einer Weißen) verheiratet zu sein - er suchte nicht speziell nach einer Amerikanerin oder einer Weißen. |
45 | জীবনে কোথাও কিছু পাবার জন্য “আমাকে” তার প্রয়োজন ছিল না। | Er „brauchte mich nicht“, um etwas aus seinem Leben zu machen. |
46 | এটা, সঠিক স্থানে, সঠিক সময়ে ঘটা, এমন এক ঘটনা, যা তার ক্ষেত্রে ঘটে গেছে। | Wir waren einfach nur zur richtigen Zeit am richtigen Ort und es hat geklappt. |
47 | তবে আমার স্বামীর অনেক ভারতীয় বন্ধু তার জন্য এক শ্বেতাঙ্গ রমণী খুঁজে দেবার তাগিদ অনুভব করেছিল। | Einige der indischen Freunde meines Mannes haben jedoch den Wunsch geäußert, wie mein Mann eine weiße Frau finden zu wollen. |
48 | তার এক বন্ধু (যে সম্প্রতি ভারত থেকে যুক্তরাষ্ট্রে এসেছে) আমার স্বামীকে বলেছে, ওয়াও, অবশেষে তুমি এই কাজটি করতে সমর্থ হলে, তোমার মত আমাকেও একটা শ্বেতাঙ্গ রমণী খুঁজে পেতে হবে… এবং সত্যি বিষয়টিকে সে গুরুত্বের সাথে দেখে”! | Ein Freund (aus Indien - der vor Kurzem in die Staaten kam) sagte tatsächlich zu meinem Mann: „Wow, du hast es geschafft, ich muss wie du eine weiße Frau finden“ Und er hat es ernst gemein!“ |
49 | আন্তর্বর্ণের দম্পতিদের অনুসরণীয় পথ এবং তাদের সমস্যা, এক আয়নাকে আমাদের সামনে তুলে ধরে। | Die Prüfungen und Widrigkeiten, die gemischte Paare überstehen müssen, spiegeln wieder, wo wir als Zivilisation stehen, wenn es um Akzeptanz und Respekt für Unterschiede geht. |
50 | এই আয়না আমাদের দেখায় যে আমাদের সভ্যতা কতদূর পর্যন্ত ভিন্নতাকে গ্রহণ করতে ও তাকে শ্রদ্ধা করতে সক্ষম। Email | Diese Blogs sind Teil dieser Spiegelung und sind außerdem ein Werkzeug beim Verständnis für Kulturen und Gesellschaft. |
51 | লিখেছেনBhumika Ghimire | |
52 | অনুবাদ করেছেন বিজয় | |