Sentence alignment for gv-ben-20150425-48384.xml (html) - gv-deu-20150422-29000.xml (html)

#bendeu
1যুদ্ধে ইয়েমেনের বিমানবন্দর, বাড়িঘর, কলকারখানা, খেলার মাঠ, হাসপাতাল, অট্টালিকা এবং অবকাঠামো ধ্বংস হয়ে গেছে
2এপ্রিলের ২০ তারিখে ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ বিমান হামলা হয়।Krieg im Jemen: Fotos beweisen die Zerstörung von Wohnhäusern, Schulen, Brücken, Flughäfen und Sportstadien
3টুইটার ব্যবহারকারী @আম্মার৮২ আবাসিক এলাকায় বিমান হামলার এই ছবি শেয়ার করেন।Der gewaltigste Luftangriff der bisher gemeldet wurde erschütterte die Hauptstadt Sanaa am 20. April.
4হামলায় ডজনখানেক মানুষ নিহত হন। আর আহত হন আরো শ'খানেক মানুষ।@ammar82 hat seine Fotos vom Explosionsort, der in einem Wohngebiet lag, auf Twitter zur Verfügung gestellt.
5গত এক মাস ধরে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে বিমান হামলা চলছে।Bei dem Bombardement starben dutzende Menschen und es gab hunderte Verletzte.
6তবে এই হামলা শুধু সেনা এলাকায় বা হুতি বিপ্লবীদের উপর সীমাবদ্ধ ছিল না।
7আবাসিক এলাকাতেও হামলা হচ্ছে। এতে করে ইয়েমেন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।Der Jemen wird seit einem Monat mittels Luftangriffen von arabischen Streitkräften in Schutt und Asche gelegt.
8হুতিরা গত জানুয়ারি মাসে ইয়েমেনি রাষ্ট্রপতি মন্সুর হাদির কাছ থেকে রাজধানী সানা'কে দখলে নেয়। তাছাড়া সুন্দর শহর এডেনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।Ihre Anschläge begrenzen sich nicht nur auf Militärstandorte oder auf ihr Hauptziel den Stammeskämpfern der Huthis, die im Januar die Kontrolle über Jemens Hauptstadt Sanaa von Präsident Abed Rabbo Mansur Hadi gewaltsam übernahmen.
9সেখানে হুতিরা প্রাক্তন রাষ্ট্রপতি সালেহ বাহিনীর সাথে মিলে এই বিমান হামলার বিরুদ্ধে প্রতিরোধ করে যাচ্ছে।
10সালেহ তিন দশক ক্ষমতায় থাকার পর ২০১১ সালে গণঅভ্যুত্থানের পর হাদির কাছে ক্ষমতা তুলে দেয় - যার মধ্যস্থতা করেছিল সৌদি আরবের নেতৃত্বে গালফ কোঅপারেশন কাউন্সিল, সেই একই দেশ এখন বিমান হামলা চালাচ্ছে।
11সালেহ এখনো ইয়েমেনের অনেক সেনাকে নিয়ন্ত্রণ করে এবং বিশ্বের এই দরিদ্রতম আরব রাষ্ট্রের উপর তার অনেক প্রভাব রয়েছে।
12(আমাদের এ সংক্রান্ত পূর্বের প্রতিবেদন পড়ুন)
13জাতিসংঘের মানবাধিকার কমিশন ওএইচসিএইচআর ১৭ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ধ্বংসযজ্ঞের বিষয়টি উঠে আসে:Auch in der hübschen, südlich gelegenen Hafenstadt Aden rücken die Huthi-Milizen ihre Stellungen, gemeinsam mit Getreuen des früheren Präsidenten Ali Abdullah Saleh, immer weiter vor.
14যুদ্ধের ফলশ্রুতিতে যাবতীয় বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।Nach vom Volk ausgehenden Protesten trat Saleh im Jahr 2011, nach drei Jahrzehnten als Präsident zurück.
15এর মধ্যে সানা, আল দালি এবং এডেন শহরের পাঁচটি হাসপাতাল; এডেন, আল দালি এবং সানা'র ১৫টি স্কুল; সানা, এডেন এবং হুদাইদাহ'র তিনটি প্রধান বিমানবন্দর; আল দালি'র দু'টি সেতু, দু'টি কারখানা এবং চারটি মসজিদ রয়েছে।
16তাছাড়া এডেন, হাজ্জাহ এবং সাদা শহরের হাট-বাজার, বিদুৎ কেন্দ্র, পানীয় জল ও স্বাস্থ্যব্যবস্থা ভেঙ্গে পড়েছে।Er gab die Macht nach Vermittlungen, die durch den saudi-arabisch geführten GCC (Golf-Kooperationsrat) ausgehandelt wurden, an Hadi ab. Dieselben Staaten bombardieren im Moment den Jemen.
17বেসামরিক ঘরবাড়িও বিমান হামলা থেকে রক্ষা পাচ্ছে না। তবে দক্ষিণে এই ঘটনা বেশি করে ঘটছে।Saleh kontrolliert immer noch größtenteils die jemenitischen Armee-Einheiten und übt seinen Einfluss auf das ärmste Land der arabischen Welt aus.
18উদ্দেশ্য সফল হয়েছে দাবি করে সৌদি নেতৃত্বাধীন জোট গত ২১ এপ্রিল ইয়েমেনে পরিচালিত অপারেশন ডিসাইসিভ স্টর্ম হামলা বন্ধের ঘোষণা দেয়।
19একই সঙ্গে তারা অপারেশন রিস্টোরিং হোপ নামের নতুন অভিযানের ঘোষণা দিয়েছে।
20নতুন এই অভিযানের মাধ্যমে দেশটির স্থিতিশীলতা প্রতিষ্ঠায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করবে।
21উল্লেখ্য, গত চার সপ্তাহ ধরে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা পরিচালনা করে আসছিল। এই হামলায় ৯৪৪ জন মানুষ নিহত হয়েছেন।Ein Bericht, der am 17.April vom hohen Kommissar der Vereinten Nationen für Menschenrechte (OHCHR) veröffentlicht wurde, fasst die gewaltige Zerstörung folgendermaßen zusammen:
22আহত হয়েছে ৩,৪৮৭ জনের বেশি মানুষ।Zivile Infrastrukturen wurden zerstört, beschädigt und zum Erliegen gebracht.
23(আরও পড়ুন ইয়েমেনবাসির দুর্দশা নিয়ে আমাদের প্রতিবেদন) নিচের বেশিরভাগ ছবি ও ভিডিও-ই মার্কিন সমর্থিত সৌদি নেতৃত্বাধীন জোটের অপারেশন ডিসাইসিভ স্টর্ম হামলার।Als Ergebnis der Kampfgefechte sind mindestens fünf Krankenhäuser (in Sanaa, Al Dhale'e und Aden), 15 Schulen und erzieherische Einrichtungen (in Aden, Al Dhale'e und Sanaa), die drei Hauptflughäfen des Landes (in Sanaa, Aden und Hudaydah) und mindestens zwei Brücken, zwei Fabrikgebäude und vier Moscheen in Al Dhale'e zerstört worden.
24কিছু ছবি অবশ্য হুতি/সালেহ বাহিনীর ট্যাংক হামলার। এগুলোতে যুদ্ধের ধ্বংসযজ্ঞ ও ভয়াবহতার চিত্র ফুটে উঠেছে:Außerdem wurden auch Berichte empfangen über Beschädigungen an heimischen Märkten, Elektrizitäts- und Wasserwerken, sowohl über Beschädigungen an Sanitär- und Hygieneeinrichtungen in Aden, Hajjah and Sa'ada.
25ইয়েমেন আপডেট এবং অন্যান্য টুইটার ব্যবহারকারীরা যুদ্ধের ফলে ইয়েমেনে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার ছবি ও খবর শেয়ার করেছেন।
26জাতিসংঘ, যুদ্ধের কারণে স্কুল, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, বাজারঘাট, বিদুৎ কেন্দ্র, গুদামঘর-সহ যাবতীয় অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
27সৌদি নেতৃত্বাধীন জোটের দু'টি এমইজি২৯ বিমান সানা বিমানবন্দর ধ্বংস করে দিয়ে গেছে।Besonders im Süden sind die Privathäuser von Zivilisten unmittelbar von den Luftangriffen und bewaffneten Zusammenstößen betroffen.
28#ইয়েমেনAm 21.
29হুদাইদাহ বিমানবন্দরের ধ্বংসযজ্ঞের ছবি। গত রাতে #ডিসাইসিভস্টর্মের হামলায় এমন হাল হয়েছে।April hat Saudi-Arabien, das die Militäraktion im Jemen anführte, die Operation “Sturm der Entschlossenheit” (Operation Decisive Storm) als beendet erklärt, da die militärischen Ziele erreicht worden seien.
30#ইয়েমেন #অপারেশনডিসাইসিভস্টর্ম হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে উত্তর ইয়েমেনে নবনির্মিত সাদা বিমানবন্দর।Nun starten die Saudis die Operation Erneuerung der Hoffnung, mit dem Ziel eine politische Lösung zu finden in dem Land, das von ihnen in den letzten vier Wochen bombardiert wurde.
31চলতি মাসেই বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছিল।
32এডেনের ছবি এটি।Seit dem 26.
33হুতি/সালেহের বাহিনী ক্রমাগতভাবে আবাসিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে।März, dem Beginn der saudischen Militäraktion, starben im Jemen insgesamt 944 Menschen und 3487 Menschen wurden verletzt.
34#ইয়েমেন #ডিসাইসিভস্টর্ম ইয়েমেনের এডেনে একজন তার বাড়ির ধ্বংসস্তুপের উপর বসে আছেন।Die meisten dieser aussagekräftigen Fotos und Videos zeigen die unglaubliche Verwüstung und Zerstörung durch die saudische Operation “Sturm der Entschlossenheit”, die von den USA unterstützt wird.
35ছবি নেয়া হয়েছে @ওআরহ্যামিলটন-এর কাছে থেকে। আর ছবি তুলেছেন সালেহ বাহেলস।Manche Fotos aber zeigen die Panzer-Bombardements der Huthi- und Saleh-Kämpfer.
36সানা বিমানবন্দরের কাছে সৌদি নেতৃত্বাধীন জোট হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া নিজের বাড়ি দেখছেন এক ব্যক্তি।Die durch den Krieg verursachten gewaltigen Zerstörungen in vielen jemenitischen Städten wurden unter dem Twitterkonto Yemen Updates und durch andere Twitternutzer mittels Meldungen und Bilder weitergeleitet.
37#ইয়েমেন আমার বন্ধু মাইদা'র শোবার ঘর এটি।UN, zivile Infrastrukturen wie Schulen, Krankenhäuser, Märkte, Elektrizitätswerke und Lagerhäuser wurden bei den Kämpfen beschädigt.
38দেখুন আগে কী ছিল, আর এখন কী হয়েছে। এডেনে হুতিদের আক্রমণে এমন অবস্থা হয়েছে।Zwei MEG29 Flugzeuge wurden im Flughafen von Sanaa in einem Luftangriff durch Saudi-Arabien zerstört.
39স্থানীয় সূত্রের খবর: আজকের বিমান হামলায় ১৬টির বেশি পেট্রোল পাম্পকে লক্ষ্যবস্তু করা হয়েছে।Fotos von den Zerstörungen im Flughafen von Hodeidah, der letzte Nacht Ziel von Angriffen der Operation “Sturm der Entschlossenheit” wurde.
40#ইয়েমন #সাদাহ-এ #অপারেশনডিসাইসিভস্টর্ম Aden's biggest flour mills & silos: 5500 tones/d.“Sturm der Entschlossenheit”-Angriffe hatten den neugebauten Flughafen von Sanaa im Visier, im Norden Jemens.
41170,000 ton capacity. A main source for whole #Yemen.Er wurde erst diesen Monat eröffnet.
42Up in flames. pic.twitter.com/LnPvZRLtSO - Ammar Al-Aulaqi (@ammar82) April 10, 2015Die Fotos stammen aus Aden, wo Huthi- und Saleh-Einheiten weiterhin Wohngebiete beschießen.
43স্থানীয়'রা বলেছে, গতকাল সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল সাদা শহরের উত্তরের পানির ট্যাংকি, বিদ্যুতের জেনারেটর এবং রান্নার গ্যাসের স্টেশনগুলো।
44তেইজের পিপল প্যালেস ধ্বংসের ভিডিও।
45এটা আমার কলেজের খুব কাছেই। এটা ছিল গর্বের প্রতীক।Ein Mann sitzt zwischen den Trümmern seines Hauses in Aden, Jemen.
46#ইয়েমেনDienstag 31.
47তেইজের পিপল প্যালেস ধ্বংসের ক্লোজআপ ছবি। প্যালেসটি তৈরি করেছিলেন আলহামদি।März: In der Umgebung des Flughafens von Sanaa, Jemen betrachtet ein Mann sein Haus, das von einem saudischen Luftangriff zerstört wurde.
48#ইয়েমেন হুতি/সালেহ বাহিনীর আক্রমণে এডেন শহরের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার নমুনা।Aden, Jemen: Das ist das Schlafzimmer meines Freunds Madih vor und nach den Angriffen der Huthis.
49#ইয়েমেন গতকাল সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হুয়েট সাইলোস এবং রাদফান টোবাকো কারখানা ধ্বংস হয়ে গেছে।Aus lokalen Quellen: Mehr als 16 Tankstellen wurden heute in Saadah, Jemen gezielt durch Luftangriffe der Operation” Sturm der Entschlossenheit” beschossen.
50তারা সত্যিই ইয়েমেনকে সহযোগিতা করছে। ইয়েমেনের এডেনে অবস্থিত প্যালেস হোটেল বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে।Ortsansässige sagen, dass gestern im Norden der Stadt Sadaa von der Koalition geführte Luftangriffe den Hauptwasserturm, Stromaggregate und Einrichtungen, die nur Gas zum Kochen verkaufen dürfen, beschossen wurden.
51Destruction in #Saada after #OpDecisiveStorm bombarded houses & non military sites, innocent ppl died too #Yemen pic.twitter.com/0uIjzmnwnKAdens größte Getreidemühlen, Silos, 5.500 Tonnen/Tag, 170.000 Tonnen Fassungsvermögen.
52- amal suqaf (@amalsuqaf) April 16, 2015Eine grundlegende Bezugsquelle für den gesamten Jemen.
53Houthi tanks shell a residential building in Mualla, #Aden.In Flammen aufgegangen.
54#الحوثيين يقصفون مبنى في المعلا، #عدن #Yemen #اليمن pic.twitter.com/7idfJP5mtf - Yemen Post Newspaper (@YemenPostNews) April 11, 2015Aufnahmen von der Zerstörung des Volkspalastes in Taizz, ganz in der Nähe meines Colleges.
55Six #Saudi Airstrikes in Haradth border crossing city.Er ist ein Symbol des Stolzes.
56Six killed…all civilians. #Yemen #اليمن pic.twitter.com/fU4yYa4TanNahaufnahmen des zerstörten Volkspalastes in Taizz.
57- Yemen Post Newspaper (@YemenPostNews) April 21, 2015 Destruction in heart of Sanaa.Diesen Palast ließ der beliebte Prinz Ali Hamdi erbauen.
58#Saudi airstrike targets residential building in Jiraf district of #Yemen capital. pic.twitter.com/xXEtRc2DE0 - Yemen Post Newspaper (@YemenPostNews) April 8, 2015Beispiele für die pausenlosen brutalen Angriffe der Huthi- und Saleh-Streitkräfte in der Stadt Aden.
59এডেনের মুয়ালা স্ট্রিটের বাড়িঘরের উপরে এখন কামানের গোলা নিক্ষেপ করা হচ্ছে।Weizensilos und die Radfan Tabakfabrik wurden in Aden von saudisch geführten Luftangriffen zerstört.
60#ইয়েমেন #হুতি #ডিসাইসিভ স্টর্মDie helfen wirklich.
61সম্প্রতি আমার এক বন্ধু হাজ্জায় তার ফার্মহাউজের নির্মাণ কাজ শেষ করেছিল।
62কিন্তু সৌদি বিমান সেটা উড়িয়ে দিয়েছে।Luftangriffe zerstörten das Palace Hotel in Aden.
63কোনো হুতি এটা করতে পারে, সেটা সে অস্বীকার করেছে।Nun liegen die Gebäude der Al-Mualla Straße in Aden unter Beschuss.
64পাঁচ বছর আগে এডেনের এই মাঠে গালফ কাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল।Zerstörung in Saada, nachdem Decisive Storm Häuser bombardiert hat, keine Militärstandorte, auch unschuldige Menschen sind ums Leben gekommen.
65আজ সেটা ভেঙ্গে দু'টুকরো হয়ে গেছে।Huthis bombardieren ein Wohnhaus in Mualla, in Aden.
66সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার আগে এটা ছিল একটা ফুটবল খেলার মাঠ।Sechs saudi-arabische Luftangriffe in der Stadt Haradth, die auf der Grenze liegt.
67এখন চেনাই যায় না।Sechs Menschen tot… alle Zivilisten.
68পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে।Zerstörung im Herzen von Sanaa.
69গত রাতে হুদাইদার দুধ ও দই কারখানায় সৌদি বিমান হামলায় কমপক্ষে ২৯ জন মারা গেছেন।Ein Freund von mir hatte gerade sein Landhaus fertiggebaut, als es von saudischen Jets gesprengt wurde. Er streitet jegliche Zusammenarbeit mit den Huthis ab.
70#ইয়েমেন সাদাহ প্রদেশের সাহার শহরে সৌদি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে প্রাথমিক স্কুল।Vor nur fünf Jahren war Aden im Jemen Gastgeber für die Gulf Cup Eröffnungsfeier im May 22-Stadion.
71#ইয়েমেন #অপারেশনডিসাইসিভস্টর্মNun ist es komplett zerstört.
72সৌদি বিমান হামলার পর হুদাইদাহ বিশ্ববিদ্যালয়।Das war mal das Fußballstadion von Ibb, bevor es von saudischen Luftangriffen… komplett zerstört wurde.
73কোনো শিক্ষার্থীই সেসময়ে ছিলেন না। যুদ্ধের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।Mindestens 29 Menschen wurden letzte Nacht in al-Hudaida getötet, als ein saudisch geführter Angriff eine Milch- und Joghurtfabrik angriff.
74#ইয়েমেন সৌদি বিমান হামলায় তেইজ থেকে লাহজ প্রদেশের যাওয়ার সংযোগ সেতু ধ্বংস হয়ে গেছে।In Sahar, das in der Saadah Provinz liegt, wurde eine Grundschule von saudischen Luftangriffen beschossen.
75#ইয়েমেন #অপারেশনডিসাইসিভস্টর্মDie Hodieda Universität nach einem Saudi-Luftangriff.
76তবে সবচে' ভয়াবহ বিমান আক্রমণ হয়েছে গত ২০ এপ্রিলে, ইয়েমেনের রাজধানী শহর সানাতে।Es waren keine Studenten in der Uni, da sie wegen des Krieges geschlossen ist.
77এদিন ফাজ আত্তান নামের একটি গোলাবারুদের গুদামে বিমান হামলা চালানো হয়।Diese Brücke, die Taizz mit der Lahj Provinz verbindet… zerstört durch einen saudischen Luftangriff. Der gewaltigste Luftangriff, der bisher gemeldet wurde, erschütterte die Hauptstadt Sanaa am 20. April.
78গুদামটি আবাসিক এলাকায় অবস্থিত হওয়ায় বিস্ফোরণে ডজনখানেক মানুষ নিহত হয়। আহত হয় শতাধিক ব্যক্তি।Der Angriff zielte es auf ein Waffendepot in Faj Attan ab. Das Waffendepot liegt in einem Wohngebiet und die wuchtige Explosion führte zum Tod dutzender Menschen und hunderter Verletzter, dabei wurden auch Immobilien vernichtet.
79তাছাড়া বিপুল পরিমাণ সম্পদেরও ক্ষতিসাধন হয়।Wie grob fahrlässig ist es, eine solch gewaltige Bombe auf eine dicht besiedelte Stadt abzuwerfen?
80How reckless is it to drop such a massive bomb on a heavily populated city???Eindeutiges Foto der gewaltigen Explosion von gestern in Faj-Attan.
81#OpDecisiveStorm pic.twitter.com/MzfvQUD1l9Die Explosion zerstörte komplett das ganze Wohnviertel.
82- Ammar Al-Aulaqi (@ammar82) April 20, 2015Der Inbegriff aller Explosionen.
83কতোটা বেপরোয়া হয়ে উঠলে জনাকীর্ণ শহরের মধ্যে ব্যাপক বোমা হামলা করা যায়?
84#অপারেশনডিসাইসিভস্টর্মMeine Wohnung ist zerstört.
85ফাজ আত্তানের গতকালের ভয়াবহ বিস্ফোরণের পরিষ্কার ছবি।Unser fünfstöckiges Haus wurde total zerstört und meine Nachbarn kamen blutüberströmt rausgerannt.
86এই বিস্ফোরণে আশেপাশের এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।So sieht es bei uns heute in der Nachbarschaft aus. Das Faj Attan Bombardement und seine Folgen.
87#ইয়েমেনUrheberrechtlich geschützt.
88ফাজ আত্তানের ভয়াবহ বিস্ফোরণে আমার বাসাও ব্যাপক ক্ষতি হয়েছে।An der Fakultät für Handel der Sanaa Universität, ist die Glastür zerborsten.
89আমাদের পাঁচতলা ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।Sie ist 15 Kilometer entfernt von der heutigen Explosion.
90আমাদের প্রতিবেশীদের দেখলাম রক্তমাখা শরীর নিয়ে বের হতে। #ইয়েমেনBilder vom Luftangriff auf die Al-Daleel Brücke am Ende der Sumarah Strasse in Ibb.
91সানা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের কাচের দরজা ভেঙ্গে গেছে।
92এটা বিস্ফোরণস্থল থেতে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। সামারাহ রাস্তার শেষপ্রান্তে আল দালিল সেতুর উপর #অপারেশনডিসাইসিভস্টর্মের বিমান হামলার ছবি।Die Operation “Sturm der Entschlossenheit” und die damit verknüpften Luftangriffe, die andauernden Kämpfe zwischen Huthi und Saleh-Miliz in Taizz, Mareb und den südlichen Regierungsbezirken, beides hat Tod und Vernichtung quer durch den Jemen verursacht, da viele unschuldige Zivilisten ins Kreuzfeuer gerieten.
93#ইয়েমেন
94তেইজ, মারেব এবং দক্ষিণাঞ্চল দখলকারী হুতি এবং সালেহ বাহিনীর বিরুদ্ধে পরিচালিত অপারেশন ডিসাইসিভ স্টর্ম এবং বিমান হামলা ইয়েমেন জুড়ে ব্যাপক ধ্বংস, ক্ষয়ক্ষতি এবং প্রাণনাশের কারণ হচ্ছে।
95তাছাড়া দু'পক্ষে গোলাগুলির মাঝে পড়েও সাধারণ মানুষ মারা যাচ্ছেন।
96(পড়ুন আমাদের রিপোর্ট)
97বিস্ময়ের ব্যাপার হলো, অপারেশন রিস্টোর হোপ এদের জন্য কি বয়ে আনবে!Einige fragten sich welchen Nutzen die Operation “Erneuerung der Hoffnung” haben würde.
98রুবা আলেরয়ানি দেশটির স্থিতিশীলতা চেয়ে টুইট করেছেন:In einem Tweet bringt Ruba Aleryani ihren Unmut darüber zum Ausdruck:
99অন্য কোনো দেশ এসে আমাদের স্থিতিশীলতা এনে দিক, তা চাই না।Entscheidet Euch für unser Jemen, denn wir brauchen kein anderes Land, um uns wieder Hoffnung zu geben.
100আমরা সবাই স্বাভাবিক আছি। ইয়েমেনের যা দরকার আমরা সবাই মিলে তা করতে পারবো।Wir sind unverwüstlich und werden tun was auch immer nötig ist, um es wieder aufzubauen.