# | ben | deu |
---|
1 | ভেনেজুয়েলা আর কলম্বিয়া: অনলাইন রাজনৈতিক কার্টুন শো সাম্প্রতিক বিষয়গুলোর হাস্যরসাত্মক সমালোচনা করছে | Venezuela und Kolumbien: Politische Karikaturen und Humor über aktuelle Ereignisse online |
2 | রাষ্ট্রপতির দ্বীপ কিছু হাস্যরসাত্মক অনলাইন রাজনৈতিক কার্টুন শো ভেনেজুয়েলা আর কলম্বিয়ার নেট নাগরিকদের আনন্দ দিচ্ছে যারা অনলাইনে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাচ্ছে। | Humorvolle politische Karikaturen sind für die Kolumbianer und Venezolaner ein Mittel, um mit animierten Online-Web-Shows im Internet über die unterschiedlichen Perspektiven der aktuellen Ereignisse zu berichten. |
3 | ইন্টারনটিসমো ক্রনিকো কলম্বিয়ার আর পারোডিয়ারিও টিভি ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মন্তব্য করে আসছে। | In Kolumbien liefern Internautismo Crónico (Chronic Internautism) und Parodiario TV Kommentare zu den jüngsten Ereignissen und in Venezuela hat sich Chigüire Bipolar mit Presidential Island etabliert. |
4 | চিগুইরে বাইপোলার তার প্রেসিডেনশিয়াল আইল্যান্ড (রাষ্ট্রীয় দ্বীপ) অনুষ্ঠান দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। | Internautism hat keine speziellen Serien zur Diskussion politischer Angelegenheiten, sondern erstellt die Charaktere in den unterschiedlichen Situationen, so wie sie sich ergeben. |
5 | ইন্টারনটিসমোর রাজনৈতিক বিষয় নিয়ে আলাদা কোন অনুষ্ঠান নেই তবে এটি সাম্প্রতিক ঘটনা অনুসারে বিভিন্ন চরিত্রকে (কার্টুনের মাধ্যমে) তুলে ধরে। | Parodiario.tv dagegen hat sich mit Little Tyrant, eine Webshow, die zwei verschiedene Arten der Tyrannei zeigt, einen Namen gemacht. |
6 | পারাডরিও. টিভি তার নিজস্ব ওয়েব শো লিটল টাইরেন্ট (ছোট স্বৈরাচার) এর মাধ্যমে বেশ নাম করেছে। | Ein Rechter und ein Linker werden mit einem grünen und einem linken Charakter dargestellt. |
7 | এটি স্বৈরাচারের দুই দিক দেখায়, একটি ডান পক্ষ এবং একটি বাম পক্ষ যাদের একজন করে গ্রীন পার্টি এবং বাম দলের রাজনৈতিক নেতার চরিত্র আছে। | Venezuelas Presidential Island nimmt die Fernseh-Serie LOST als Beispiel und versetzt die lateinamerikanischen Präsidenten und den spanischen König als Schiffbrüchige auf eine einsame Insel. Es folgt eine Auswahl aus den Shows. |
8 | ভেনেজুয়েলার প্রেসিডেনশিয়াল আইল্যান্ড জনপ্রিয় (আমেরিকান) টেলিভিশন সিরিজ লস্ট এর আদলে তৈরি এবং বিভিন্ন ল্যাটিন আমেরিকার রাষ্ট্রপতি এবং স্প্যানিশ রাজাদের চরিত্র হিসেবে দেখায় যারা একটি জনমানবহীন দ্বীপে এসে পরে। | In dieser Episode von Internautismo gehen die Präsidenten von Venezuela, Kolumbien und Ecuador zusammen zu der beliebten peruanischen Talk-Show der 90er Jahre, Laura in Amerika, eine Show ähnlich der Jerry-Springer Show bei der Hintergehungen, Untreue und geheimnisvolle Babys zu den täglichen Auftritten gehören. |
9 | এই পোস্টের নীচে এই সিরিজ থেকে কিছু অংশ তুলে ধরা হয়েছে। ইন্টারনটিসমোর এই সিরিজে ভেনেজুয়েলা, কলম্বিয়া আর ইকুয়েডর আর কলম্বিয়ার রাষ্ট্রপতিরা পেরুতে ৯০ এর দশকের একটি জনপ্রিয় টিভি শোতে আসে। | Die Show heißt “I can't get along with my neighbors and they want to kill me” (Ich komme mit meinen Nachbarn nicht zurecht und die wollen mich umbringen). |
10 | এই শোর নাম ‘লরা ইন আমেরিকা' যেটি জনপ্রিয় টক শো জেরি স্প্রিঙ্গারের মতো যেখানে বিশ্বাসঘাতকতা, দ্বিমুখী নীতি আর বাবার পরিচয়হীন শিশুদের নিয়ে নিত্য হাস্যরসাত্মক উপস্থাপনা হয়। | Alvaro Uribe, der Präsident von Kolumbien erzählt Laura von seinen Problemen mit Hugo Chavez, Venezuelas Präsident, der leugnet Kolumbiens Feinde mit Raketenwerfern beliefert zu haben (und dabei zugibt, ihnen viele andere Dinge gegeben zu haben). |
11 | এই অনুষ্ঠানের নাম “আমার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভাল নয় আর তারা আমাকে মেরে ফেলতে চাইছে”, এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো উরিবে, তার সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের সমস্যা নিয়ে কথা বলেছেন শোর হোস্ট লরার সাথে। | |
12 | শাভেজ অস্বীকার করেছেন যে তিনি কলম্বিয়ার শত্রুদের রকেট লঞ্চার দিয়েছেন (যদিও স্বীকার করেছেন তাদের আরও অনেক কিছুই দিয়েছেন)। | Später bestreitet der Präsident von Ecuador, Rafael Correa, dass er mit den Revolutionären Streitkräften Kolumbiens (FARC) schläft, obgleich es ein geheimes Video gibt. |
13 | পরে ইকুয়েডরের রাষ্ট্রপতি রাফায়েল করিয়া অস্বীকার করেছেন যে কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী ফার্কের সাথে তার ভাল সম্পর্ক আছে, যদিও একটি গোপন ভিডিওতে তা দৃশ্যমান। | Am Ende erhalten die Gäste, im typischen Laura in Amerika Stil, die traditionellen Belohnungen der Show: eine Sandwich-Karre und Computer-Unterricht. |
14 | সব শেষে লরা আমেরিকান স্টাইলে অতিথিদের উপহার দিচ্ছেন: একটি স্যান্ডউইচ বেচার ঠেলাগাড়ি আর কম্পিউটার ক্লাসের ভাউচার। | Inzwischen unterhält der kleine Tyrann in den Parodiario's Kartoons mit seiner Vision, wie schlechte Führung keiner bestimmten Parteifarbe zuzuordnen ist. |
15 | ওদিকে পারাডিয়ারিও টিভির কার্টুন লিটল টাইর্যান্ট মজার অনুষ্ঠান দেখাচ্ছে যেখানে খারাপ নেতৃত্ব বিশেষ রাজনৈতিক দলের বৈশিষ্ট নয় এই পরিপ্রেক্ষিত প্রতিফলিত হয়। | |
16 | (ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত) এই কার্টুন শোর জনপ্রিয়তার জন্যে কলম্বিয়ার বই আর সঙ্গীতের দোকানে এই অনুষ্ঠানের ভিডিও খুব ভাল বিক্রি হচ্ছে। | Die Popularität dieser Karikatur (freigegeben unter einer Creative Common Lizenz) führte zum Verkauf und der Promotion in kolumbianischen Buch-und Musikhandlungen von DVDs mit den Shows der letzen beiden Saisons. |
17 | লিটল টাইর্যান্টের এই এপিসোডে, কলম্বিয়ার বাচ্চাদের জনপ্রিয় ছড়াগান “রিন রিন রেনাকুয়াজোর” মাধ্যমে বাম স্বৈরাচার এবং ডান স্বৈরাচার আবিষ্কার করছে যে কিভাবে একজন চর হতে হয় এবং আরও অনেক শিক্ষা লাভ করা যায়, যেমন কিভাবে কাজের আগেই বেতন নেয়া যায়। | In dieser Episode von Kleiner Tyrann, die auf dem beliebten kolumbianischen Kinderlied “Rin Rin Renacuajo” beruht, entdecken der linke Tyrann und der rechte Tyrann wie man ein V-Mann wird, wobei sie wichtige Lektionen mit auf den Weg bekommen, zum Beispiel, dass eine Vorausbezahlung einen großen Unterschied machen kann. |
18 | ভেনেজুয়েলার ক্ষেত্রে চিগুইরে বাইপোলার নির্মিত খুবই জনপ্রিয় প্রেসিডেনশিয়াল আইল্যান্ড (রাষ্ট্রীয় দ্বীপ) ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে জটিল সম্পর্ককে ব্যবচ্ছেদ করছে। | In Venezuela zeigt uns die höchst unterhaltsame Sendung von Presidential Island, von Chigüire Bipolar, eine komplexere Beziehung zwischen den amerikanischen Staaten. In dieser zweiteiligen Episode erleiden die Präsidenten auf einer verlassenen Insel Schiffbruch, nachdem sie ein Gipfeltreffen verlassenen haben. |
19 | নীচের দুই পর্বের ধারাবাহিকে একটি রাষ্ট্রীয় সম্মিলনে যোগ দেবার পরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা একটি জনমানবহীন দ্বীপে আটকা পরে। | Sie bauen ein Floß und beschließen, die Insel zu verlassen: Doch sie passen nicht alle auf das Floß, wie das Präsident Chavez von Venezuela vorschlägt. |
20 | তারা একটি নৌকা তৈরি করে দ্বীপটি থেকে বেড়িয়ে যেতে চায়, তবে সেখানে সবার যায়গা হয় না। | |
21 | তাই সেখানে একটি ফুটবল ম্যাচ খেলা হয় এবং সিদ্ধান্ত হয় যে বিজয়ীরাই নৌকায় ওঠার সুযোগ পাবে। | Deshalb wird ein Fußballspiel zwischen den blockfreien und nicht-blockfreien Staaten ausgetragen und der Gewinner darf die Insel verlassen. |
22 | স্পেনের রাজা এই খেলার ধারাবর্ণনা দেন। | Das Spiel wird von dem spanischen König kommentiert. |
23 | এর ১ম এবং ২য় পর্ব দেখুন। | Sehen Sie sich Teil 1 und Teil 2 an. |
24 | এবং একটি আলাদা ক্লিপে এখানে ভেনেজুয়েলার বারিনাসের রেট্রোটিভির ভেনেজুয়েলার ইতিহাসের বর্ণনা দেখুন: | Und als einen Extra-Clip gibt es hier noch die illustrierte Geschichte von Venezuela von RetroTV in Barinas, Venezuela: |