Sentence alignment for gv-ben-20140328-42435.xml (html) - gv-deu-20140324-18694.xml (html)

#bendeu
1মিশরে মুসলিম ব্রাদারহুডের ৫২৯ জন সমর্থক মৃত্যুদণ্ডে দণ্ডিতÄgypten verurteilt 529 Unterstützer der Muslimbrüder zum Tode
2মৃত্যুদণ্ড কার্যকরণের জন্য একটি শিল্প মন্ডিত রাষ্ট্রীয় যন্ত্র। মুসলিম ব্রাদারহুডের ৫২৯ জন সমর্থককে ফাঁসি দেবার কাজে মিশরকে সহায়তা করার উদ্দেশে এটির নকশা করেছেন @TernzEine Hinrichtungsmaschine auf dem neuesten Stand der Technik, entworfen von @Ternz, um dabei zu helfen, 529 Unterstützer der Muslimbrüder zu exekutieren
3মিশর আজ [২৪ মার্চ] ৫২৯ জন মুরসি সমর্থকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় প্রদান করেছে।Am heutigen Tag, dem 24.
4গত আগস্ট মাসে মিশরের মিনিয়াতে সহিংস দাঙ্গায় জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে এই রায় প্রদান করা হয়।März, hat Ägypten 529 Unterstützer der Muslimbrüder zum Tode verurteilt für die Rolle, die sie bei gewalttätigen Protesten im oberägyptischen Minya im letzten August gespielt hatten.
5ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মাদ মুরসির সমর্থনে আয়োজিত অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক শাস্তি প্রদান করার পরপরেই এই দাঙ্গা ছড়িয়ে পরে।Der Aufruhr brach aus, nachdem gegen Sit-Ins zur Unterstützung des gestürzten Präsidenten Mohammed Mursi - einem Mitglied der Führungsriege der Muslimbbrüder - brutal vorgegangen wurde und Hunderte von Unterstützern ums Leben kamen.
6এই দাঙ্গায় মুসলিম ব্রাদারহুডের কয়েক শত সমর্থক মারা গেছে। মিনিয়া দাঙ্গায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হন।Bei dem Aufruhr in Minya starb auch ein Polizeibeamter - eine Straftat, derer alle 529 Angeklagte beschuldigt wurden.
7এই অপরাধে অপরাধী সাব্যস্ত করে ৫২৯ জনের সবাইকে শাস্তি প্রদান করা হয়েছে।In der modernen Geschichte hat es selten so viele Todesurteile auf einmal gegeben.
8এই রায়টি মিশরের আধুনিক ইতিহাসে অন্যতম বৃহত্তর একটি মৃত্যুদণ্ডের রায়। রায়টি নিয়ে তিরস্কার বা প্রশংসা উভয়ই করা হয়েছে।In Ägypten wird das Urteil sowohl kritisiert als auch gelobt, je nachdem von welcher Seite des politischen Spektrums die Reaktion kommt.
9রাজনৈতিক বিস্তৃতির কোন প্রান্ত থেকে এই রায়টির সম্পর্কে প্রতিক্রিয়াটি এসেছে, তাঁর উপর নির্ভর করছে তিরস্কার করা হবে, নাকি প্রশংসা করা হবে।
10এই প্রতিক্রিয়াগুলোকে এখানে মাদা মাসর পর্যালোচনা করেছে।Mada Masr sammelt die Reaktionen hier [en].
11মিশরীয় ব্লগার জেইনোবিয়া বলেছেন, এই দণ্ডাদেশের জন্য গত ২৮ এপ্রিল তারিখে একটি চূড়ান্ত রায় ইস্যু করা হয়, যা একটি নতুন বিশ্ব রেকর্ডও ভঙ্গ করেছে।
12তিনি ব্যাখ্যা করেছেনঃ আমাদের দেশে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এইচসিভি [হেপাটাইটিস সি] আক্রান্ত রোগী আছে।Die ägyptische Bloggerin Zeinobia stellt fest, dass der Richterspruch, für den das endgültige Urteil am 28.
13সারা বিশ্বের মধ্যে আমাদের দেশে যৌন হয়রানির হার সবচেয়ে বেশি।April bekannt gegeben werden soll, einen neuen Weltrekord bricht.
14আজ আমরা আরেকটি রেকর্ড ভেঙ্গেছি।Sie erklärt [en]:
15একটি মাত্র মামলায় আদালত কর্তৃক গন-মৃত্যুদণ্ডের আদেশ প্রদানের বিশ্ব রেকর্ড করেছি আমরা!! আমি ৫২৯ জন বিবাদীর বিরুদ্ধে গঠিত মিনিয়া অপরাধী আদালতের ঐতিহাসিক রায় সম্পর্কে কথা বলছি।Wir haben die meisten HCV-Erkrankten [Hepatitis C] der Welt, wir haben die höchste Rate sexueller Belästigungen der Welt und heute haben wir auch den Rekord an Massen-Todesurteilen eines Gerichts in nur einer einzigen Klage gebrochen!!
16হ্যাঁ, আমি সেই রায়ের কথা বলছি, যে রায় নিয়ে সারা বিশ্ব এই মূহুর্তে কথা বলছে।Ich spreche über den historischen Urteilsspruch des Strafgerichts von Minya gegen 529 Angeklagte, ja genau den, über den die ganze Welt gerade spricht.
17জেইনোবিয়া আরও বলেছেনঃZeinobia fügt hinzu:
18আমি এখানে ঘটনাটি সম্পর্কে কিছু বলবঃIch werde hier über Tatsachen reden:
19মিনিয়া বিচারে রাব্বা ছত্রভঙ্গের ফলাফল স্বরূপ ৫২৯ জন বিবাদীকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।529 Angeklagte wurden zum Tode verurteilt und 15 wurden im Nachspiel des Auflösens der Demonstrationen auf dem Rabia-Platzes in der Minya-Klage freigesprochen.
20এই মামলায় ১৩৯ জনকে শাস্তি দেয়া হয়েছে, যেখানে বাকিদের হয় জামিনে মুক্তি দেয়া হয়েছে নতুবা তারা পলাতক রয়েছে।139 wurden in der Sache inhaftiert, während der Rest entweder auf Kaution entlassen wurden oder sich auf der Flucht befindet.
21শুধুমাত্র ৫১ জন বিবাদী বিচারে অংশ নিয়েছে। কেননা এত অল্প জায়গায় অন্যান্য বিবাদীদের স্থান সঙ্কুলান করা যায়নি।Nur 51 Angeklagte waren im Gerichtsprozess anwesend, denn es gab nicht genug Raum für mehr Angeklagte.
22বিচার কাজটি শনিবারে শুরু করা হয়েছে এবং সোমবারের মধ্যে সম্পন্ন করে ফেলা হয়েছে।Der Gerichtsprozess begann am Samstag und endete am Montag.
23বিবাদীদের আইনজীবীরা বিচারক প্যানেলটিকে বদল করার দাবি জানিয়েছেন। কিন্তু তাদের অনুরোধ বাতিল করে দেয়া হয়েছে।Die Anwälte der Angeklagten hatten gefordert, dass Richtergremium neu zu besetzen, aber ihr Antrag wurde abgelehnt.
24“না অনুপস্থিতিতে” বিবাদীদের আইনজীবীদের বিবাদীদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করতে দেয়া হয়নি!!Die Anwälte der Angeklagten, die nicht abwesend waren, durften ihre Klienten nicht verteidigen!!
25মাতায় পুলিশ স্টেশনের ডেপুটি শেরিফ মোস্তফা আল আত্তারকে হত্যা করার দায়ে ৫২৯ জন বিবাদীকে অভিযুক্ত করা হয়!!Die 529 Angeklagten werden beschuldigt, den Polizeibeamten Mostafa El Attar der Matay Polizeiwache getötet zu haben!!
26মিশরের বিচার ব্যবস্থার ইতিহাসে এটি সবচেয়ে বড় গণ মৃত্যুদণ্ডাদেশ।Dies ist die größte Massenverurteilung zum Tode in der Geschichte der ägyptischen Justiz.
27মিশর-ভিত্তিক সাংবাদিক বেল ট্রু বিস্ময় প্রকাশ করে বলেছেনঃDie in Ägypten lebende Journalistin Bel Trew fragt sich:
28আমি চিন্তা করতে পারছি না, কীভাবে আপনারা ৫২৯ জন লোককে ফাঁসি দিতে পারেন।Kann mir nicht einmal vorstellen, wie man 529 Menschen überhaupt erhängen kann.
29যদি একজন লোককে ফাঁসিতে ঝুলাতে ৫ মিনিট করে সময় লাগে, তবে ৪৪ ঘন্টারও বেশি সময় ধরে ক্রমাগতভাবে ফাঁসি দিয়ে যেতে হবে।Wenn es nur 5 Minuten dauern würde, eine Person zu erhängen, wären das immer noch 44 Stunden ununterbrochenes Gemetzel.
30মিশরীয় @তারনজ কেবল দুই সপ্তাহ আগে কার্টুন আঁকা শুরু করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি এই সমস্যার একটি সমাধান নিয়ে এসেছেনঃ শৈল্পিক উপায়ে মৃত্যুদণ্ড কার্যকরকরণ যন্ত্রের এক রাষ্ট্র।Der Ägypter @Ternz, der zugibt, mit dem Zeichnen von Karikaturen erst for zwei Wochen begonnen zu haben, schlägt eine Lösung vor: Eine Hinrichtungsmaschine auf dem neuesten Stand der Technik.
31তিনি ব্যাখ্যা [আরবি] করেছেনঃEr erläutert [ar]:
32আমি যখন আরাম করে বসেছিলাম, ঠিক তখন আমি নিজেকে প্রশ্ন করলামঃ আমি কোন সর্বোত্তম উপায়ে আমার দেশের জন্য কিছু করতে পারি ?Ich befand mich so in einer entspannten Sitzposition und fragte mich: Wie kann ich meinem Land dienen?
33কীভাবে আমি এই পরিস্থিতিতে দেশের কাজে আসতে পারি এবং সাহায্য করতে পারি ?Wie kann ich meinem Land nützlich sein und es unterstützen?
34তাই আমি একটি কলম নিলাম এবং একটি যন্ত্রের নকশা করে ফেললাম। কেননা এই যন্ত্রটিই এই পরিস্থিতিতে মিশরে সবচেয়ে বেশি প্রয়োজন।So nahm ich einen Stift und entwarf eine Maschine, die Ägypten in dieser Zeit benötigt.
35এখানে তাঁর আঁকা মূল নকশাটি পাওয়া যাবেঃUnd hier ist das Meisterwerk:
36পর্যাপ্তভাবে মৃত্যুদণ্ড কার্যকরকরণ বাস্তবায়ন করতে আমার একটি অবদান হিসেবে আমি আশা করি এই যন্ত্রটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাহায্য করবে।Ein Beitrag von mir, um die Todesurteile kompetent umsetzen zu können. Ich hoffe, mein Gerät weckt das Interesse der Verantwortlichen.
37এটি হচ্ছে শৈল্পিক উপায়ে মৃত্যুদণ্ড কার্যকরকরণ যন্ত্রের এক রাষ্ট্র।Dies ist Hinrichtung auf dem neuesten Stand der Technik.
38অতঃপর, যুক্তরাজ্য-ভিত্তিক সাংবাদিক ইনিগো গিলমোর পরিশেষে বলেছেনঃWährenddessen fasst der in Großbritannien lebende Journalist Inigo Gilmore zusammen:
39ভন্ড বিচারের মাধ্যমে তারা সাংবাদিকদের পশুর মতো খাঁচায় বন্দী করেছে এবং অন্যান্য ১০০ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। মিশর কি চায় পর্যটকেরা তাদের দেশ ছেড়ে চলে যাক ?Ägypten möchte, dass die Touristen zurückkehren und packt Journalisten wie Tiere in Käfige und verurteilt mehrere Hundert in Scheinprozessen zum Tode?