# | ben | deu |
---|
1 | আরব বিশ্ব: বিশ্বকাপের ফাইনাল নিয়ে ভাবনা | Naher Osten: World Cup – Schlussgedanken |
2 | গণক অক্টোপাস পলের ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছে এবং স্পেন ২০১০ বিশ্বকাপের ফাইনালে জয়ী হয়ে শিরোপা জিতেছে। | Der übernatürliche Tintenfisch Paul hatte Recht und Spanien gewann den World-Cup, der vor einigen Minuten in Südafrika zu Ende ging. |
3 | আরব বিশ্বের কয়েকজন টুইটার ব্যবহারকারী বিশ্বকাপের ফাইনাল খেলা এবং পুরো প্রতিযোগিতা নিয়ে তাদের চিন্তা কি ছিল তা আমাদের জানাচ্ছে। | In der arabischen Welt unterhielten sich Twitter Benutzer über das Finale und das Turnier insgesamt. |
4 | বিশ্বকাপের ফাইনাল খেলায় স্পেন মুখোমুখি হয় নেদারল্যান্ডের যে খেলাটি অতিরিক্ত সময় পর্যন্ত গড়ায়, অতিরিক্ত সময়ের আন্দ্রেস ইনিয়েস্তার করা গোলে স্পেন জয়লাভ করে। | Spanien stand im Finale den Niederlanden gegenüber und bei der Verlängerung erzielte Andres Iniesta das Siegestor. |
5 | একজন টুইটার ব্যবহারকারীর কাছে বিশ্বকাপের আওয়াজের-এর ইতি ঘটা এক গুরুত্বপূর্ণ উন্নতি। | Für einen Twitter Benutzer signalisierte das Ende der WM eine wichtige Entwicklung. |
6 | মানসুর ফেকরি বড় হাতের অক্ষরে টুইট করেছেন: | Mansour Fekry tweets in Großbuchstaben: |
7 | আর ভুভুজেলার আওয়াজ শোনা যাবে না। | KEINE VUVUZELA MEHR |
8 | এই বিশ্বকাপে ভুভুজেলার ব্যবহার তীব্র বিতর্কের সৃষ্টি করে, এটি দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের খেলা দেখতে আসা উপস্থিতি দর্শক ও সারা বিশ্বের টিভি দর্শকদের মাঝে বিভক্তি সৃষ্টি করে। | Die Vuvuzelas sind bei den Besuchern und TV-Zuschauern auf der ganzen Welt unter Beschuss geraten. |
9 | ইজরায়েলি নাগরিক কারমেল ভাসিমান খেলার পূর্বে বাজীর দর বাড়িয়ে দিয়ে ঘোষণা দিয়েছিলেন: | Der Israeli Carmel Vaisman kündigte vor dem Spiel an: |
10 | এর আগের লেখায় জানিয়েছিলাম বিশ্বকাপের এই দুটি দেশের একটিকে সম্ভব্য বিজয়ী হিসেবে বিবেচনা করেছিলাম। | Für meinen Post-Doktorand wähle ich das Siegerland aus. |
11 | চলুন বাজীর পরিমাণ বাড়িয়ে দেই। আজ রাতে কে জিতবে তার উপর আমি তা প্রয়োগ করব। | Ich erhöhe den Einsatz: Ich werde mich in dem Land, das heute Abend gewinnen wird, bewerben! |
12 | ইনিয়েস্তার জয়সূচক গোল ভালো সংবাদ ঘোষণা এবং বিজয় উল্লাস সৃস্টি করেছে, এবং কারমেল টুইট করেছে: | Der Siegestreffer von Iniesta verbreitete gute Nachrichten und eine triumphierende Carmel tweetet: |
13 | আমি তা জানতাম। | Ich hab's gewusst! |
14 | এর আগের লেখায় এটি ছিল বার্সেলোনার কথা। | Post-Doktorand in Barcelona ist es. |
15 | ইনিয়েস্তা তোমাকে ধন্যবাদ। | Vielen Dank Iniesta. |
16 | সংযুক্ত আরব আমিরাত থেকে সুলতান আল কাশেমি টুইট করেছে: | Aus den VAE tweetet Sultan Al Qassemi: |
17 | নিরাপদ এবং সুন্দর গোছানো এক বিশ্বকাপের আয়োজন করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রতি রইলো শ্রদ্ধা। | Hut ab vor Südafrika für einen sicheren und gut organisierten World Cup. |
18 | যদিও এর খেলাগুলো ছিল বিরক্তিকর, কিন্তু এটাতো দক্ষিণ আফ্রিকার দোষ না। | Die Tatsache, dass es meistens langweilig war, ist nicht ihre Schuld. |
19 | বাহরাইন থেকে উত্তেজিত ফারুক বশির জোরে আওয়াজ তুলেছে: | Ein aufgeregter Farukh Bashir aus Bahrain schreit: |
20 | স্পেনননননননননননন বিজয়ী!!! | Spaaaaaaniiiiiiennnnnn hat gewonnen! |
21 | প্যালেস্টাইনের রাশেদ বেদুসি আরব বিশ্বের স্বপ্নের কথা জানাচ্ছে: | Der Palästiner Rasheed Bedusi hat einen Traum für die arabische Welt: |
22 | যোগ্যদল হিসেবে বিশ্বকাপ বিজয়ী স্পেনকে অভিনন্দন এবং আমি আশা করছি একদিন আরব দেশের মাঝ থেকে আমি কাউকে বিশ্বকাপ বিজয়ী হিসেবে পাব। | Herzlichen Glückwunsch an Spanien für einen verdienten Sieg und ich hoffe, dass wir eines Tages einen arabischen Champion haben werden. |
23 | পল নামের অক্টোপাসটি আলোচনায় উঠে এসেছে। | Der Tintenfisch Paul bekam ebenfalls seinen Teil im Rampenlicht. |
24 | সউদি আরবের টুইটার ব্যবহারকারী সালেহ আলশেবলি বিস্মিত: | Saudi Twitter Nutzer Saleh Alshebil wundert sich: |
25 | আমি বিস্মত যে পল নামের অক্টোপাসটির ক্ষেত্রে অনলাইন নিলাম প্রতিষ্ঠান ইবেইতে তার জন্য কত টাকা মূল্য প্রদান করা হবে? | Ich frage mich, wieviel Paul, der Octopus, bei eBay einbringen würde? |
26 | পাশ্চাত্যের দৃষ্টিতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের রূপকার হিসেব যাকে উল্লেখ করা হয় সেই ওসামা বিন লাদেনকে উল্লেখ করে মিচু১০ জিজ্ঞেস করেছে: | Und in Bezug auf den Terror-Drahtzieher Osama bin Laden, fragt Michu10: |
27 | পল ওসামা কোথায়? | Paul, wo ist Osama? |
28 | তবে কুয়েতি রাশেদ আলরুমি ইতোমধ্যে পরবর্তী বিশ্বকাপের খোঁজ খবর করছে। | Kuwaiti Rashed Alroomi freut sich bereits auf den nächsten World Cup. |
29 | তিনি জিজ্ঞেস করেছেন: | Er fragt: |
30 | বন্ধুরা পরবর্তী বিশ্বকাপ যেন কোথায় অনুষ্ঠিত হবে ??? | Leute, nächster World Cup wo??? |