# | ben | deu |
---|
1 | ভূমিকম্পের আগে ও পরের ছবিতে ফুটে উঠলো নেপালের ঐতিহ্যবাহী স্থানগুলোর প্রকৃত অবস্থা | Dramatische Bilder von Nepals Kulturgütern vor und nach dem Erdbeben |
2 | ভূমিকম্পের পরে ঐতিহাসিক স্থাপনা কাঠমান্ডু দরবার স্কয়ার। | Fast alle Links in diesem Artikel führen, soweit nicht anders ersichtlich, zu Webseiten auf Englisch. |
3 | ছবি তুলে অজয়া মনন্ধর। স্বত্ত্ব: ডেমোটিক্স (২৫/৪/২০১৫)। | Alle Wikipedia-Links führen zu Wikipedia-Artikel auf Deutsch. |
4 | গত ২৫ এপ্রিল ২০১৫ নেপালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। | Historische Denkmäler auf dem Durbar-Platz in Kathmandu nach dem Erdbeben. |
5 | এতে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। | Foto von Ajaya Manandhar. Copyright Demotix (25.4.2015) |
6 | আহত হয়েছেন এর দ্বিগুণেরও বেশি। | Dem Erdbeben, das Nepal am 25. |
7 | তবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৮ মিলিয়ন। এদের মধ্যে কমপক্ষে ২ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। | April erschütterte, fielen mehr als 7.000 Menschen zum Opfer, wobei mehr als die doppelte Anzahl von Menschen verletzt wurde. |
8 | ভূমিকম্পে শুরু মানুষ মারা যায়নি কিংবা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। | Circa 8 Millionen Menschen sind von der Zerstörung betroffen, wobei mindestens 2 Millionen Menschen ihr Heim verloren. |
9 | নেপালের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে। এরমধ্যে কয়েকটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। | Abgesehen von den menschlichen Tragödien und der Sachschäden, die in die Milliarden reichen, zerstörte das Erdbeben wertvolle Kulturgüter - darunter viele auf der Liste des Welterbes aufgeführte. |
10 | বার্তা সংস্থা এপি'র সাথে সাক্ষাৎকারে ইউনেস্কোর প্রধান আইরিনা বোকোভা বলেছেন, নেপালের ধ্বংসস্তুপ দেখে হৃদয় ভেঙ্গে যাচ্ছে। | UNCESCO-Generaldirektorin Irina Bokova teilte der Associated Press mit, dass es „herzzerreißend“ war, die Verwüstung von Nepals einzigartiger Mischung aus Hinduismus und Buddhismus zu sehen. |
11 | এগুলো সবই হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির অংশ ছিল। | Auf sozialen Netzen wurden Fotos der wichtigen Denkmäler und Kulturstätten vor und nach dem Erdbeben gepostet. |
12 | এইসব ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আগে ও পরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা পোস্ট করেছেন। কাঠমান্ডু ভ্যালিতে তিনটি দরবার স্কয়ার ছিল। | Die drei Durbar-Plätze im Kathmandu-Tal - der Durbar-Platz in Kathmandu, der Durbar-Platz in Patan und der Durbar-Platz in Bhaktapur - wurden so beschädigt, dass es Jahre dauern würde, die historischen Tempel wieder herzustellen. |
13 | এগুলো হলো কাঠমান্ডু দরবার স্কয়ার, পাটান দরবার স্কয়ার এবং ভক্তপুর দরবার স্কয়ার। | |
14 | সবগুলোরই ব্যাপক ক্ষতি হয়েছে। | Das bricht mein Herz. |
15 | প্রাচীন এই মন্দিরগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনতে বছরখানেকও বেশি সময় লাগবে। | Der Basantapur-Durbar-Platz, einer der historischen Plätze Nepals, vorher und nachher. |
16 | এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। | - FG (@FunnyGooner), 25. April 2015 |
17 | নেপালের ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি বসন্তপুর দরবার স্কয়ার। আগে ও পরের ছবি দেখা যাচ্ছে। | VORHER/NACHHER: König Yoga Narendra Malla, Durbar-Platz in Patan #NepalEarthquake #Nepal #Peace |
18 | BEFORE/AFTER: King Yoga Narendra Malla, Patan Durbar Square #NepalEarthquake #Nepal #Peace pic.twitter.com/BJ8Exx3gJK | - JigmeUgen (@JigmeUgen), 25. |
19 | - JigmeUgen (@JigmeUgen) April 25, 2015 | April 2015 |
20 | আগে/পরে: রাজা যোগ নরেন্দ্র মল্ল, পাটান দরবার স্কয়ার #নেপালভূমিকম্প #নেপাল #শান্তি | Einer der Tempel in Bhaktapur #Nepal vor und nach dem Erdbeben. |
21 | নেপালের ভক্তপুরের একটি মন্দির। | Das erste Foto wurde vor zwei Wochen gemacht. |
22 | ভূমিকম্পের আগে ও পরের অবস্থা। | - Marymoon (@MaCasasfranco), 28. April 2015 |
23 | প্রথম ছবিটি মাত্র দু'সপ্তাহ আগে নেয়া। | Dharahara, auch als Bhimsen-Turm bekannt, wurde von Nepals erstem Premierminister, Bhimsen Thapa, erbaut. |
24 | ভীমসেন টাওয়ার নামে পরিচিত ধারাহারা নেপালের প্রথম প্রধানমন্ত্রী ভীমসেন থাপা নির্মাণ করেছিলেন। | Der Turm, vormals ein Minarett mit 13 Stockwerken, wurde im Jahr 1934 von einem Erdbeben zerstört. |
25 | এটি আগে তের তলা মিনার বিশিষ্ট ছিল। ১৯৩৪ সালের ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে যায়। | Der danach mit neun Stockwerken wieder errichtete Turm kollabierte im Erdbeben vom letzten Monat. |
26 | পরে এটি নয়তলা টাওয়ার করে বানানো হয়েছিল। | Der andere Vorher-Nachher-Vergleich war falsch, dieser jedoch nicht. |
27 | কিন্তু এবারের ভূমিকম্পে সেটিও ধ্বংস হয়ে গেছে। | Dharhara-Turm: Vorher, nachher, vorher, nachher #NepalQuake |
28 | ধারাহারা টাওয়ার: আগে পরে আগে পরে। | - Susan Hough (@SeismoSue), 25. |
29 | #নেপালকোয়েক। | April 2015 |
30 | বিদেশিদের কাছে স্বয়ম্ভুনাথের পরিচিত বানর মন্দির (মাঙ্কি টেম্পল) নামে। | Die Tempel von Swayambhunath, von Touristen Affentempel genannt, wurden ebenfalls beschädigt. |
31 | এই মন্দিরও ধ্বংস হয়েছে। ধ্বংসপ্রাপ্ত মন্দিরের পাশ দিয়ে একজন ভিক্ষু হেঁটে যাচ্ছেন। | Ein Mönch geht am eingestürzten Kloster und den Schreinen von Swoyambhunath Stupa, einem UNESCO-Welterbe, vorbei. |
32 | স্বয়ম্ভুনাথ ইউনেস্কোর বিশ্ব ঐহিত্যের অংশ। | - Tourej Ansari (@tourejansari), 29. April 2015 |
33 | স্বয়ম্ভুনাথের দর্শনীয় দৃশ্য। | Spektakuläre Ansicht von Swoyambhunath, auch als Affentempel bekannt. |
34 | এটি মাঙ্কি টেম্পল নামেরও পরিচিত। | #Travel #Kathmandu #Buddhism #Nepal - Trekking Nepal (@serenitytreks), 1. April 2015 |
35 | বাগমাটি নদীর তীরে অবস্থিত সুন্দর মন্দিরগুলোর একটি হলো কালমোচন মন্দির। | Einer der schönsten Tempel entlang des Bagmati-Flusses, der Kalmochan-Tempel, wurde zu einem Erdhaufen eingeebnet. |
36 | এটিও মাটিতে মিশে গেছে। | Kalmochan in #Kathmandu, #Nepal. |
37 | নেপালের কাঠমান্ডু'র কালমোচন। | Eins meiner Lieblingsbilder. |
38 | এটি আমার খুব পছন্দের একটি মন্দির ছিল। | Guten Morgen :) #HelloMonday #temple #architecture #VisitNepal |
39 | শুভ সকাল #হ্যালোমানডে #টেম্পল #আর্কিটেকচার #ভিজিটনেপাল | - Kashish Das Shrestha (@kashishds), 5. Januar 2015 |
40 | থাপাথালি শহরে মুঘল শৈলীতে নির্মাণ করা হয়েছিল কালমোচন মন্দির। জং বাহাদুর এটি নির্মাণ করেছিলেন। | Der zerstörte Kalmochan-Tempel, im Mughal-Stil von Jang Bahadur bei Thapathali erbaut, nur noch der Garuda hält Wache. |
41 | সেখানে এখন শুধুমাত্র গরুড় পাহারায় আছে। | - Kanak Mani Dixit (@KanakManiDixit) 25. April 2015 |
42 | ষষ্ঠী ব্রতকথা'র তীর্থযাত্রীদের মাঝে সানখু এলাকা বেশ জনপ্রিয় ছিল। | Sankhu, eine alte Siedlung, die bei den Swasthani-Bratakatha-Pilgern berühmt war, wurde ebenfalls sehr beschädigt. |
43 | এখানে ব্যাপক ক্ষতি হয়েছে। নেপালে থাকার সময়ে আমি সানখুতে বাস করেছিলাম। | #Sankhu wo ich in #Nepal gewohnt habe, wurde beschädigt #NepalEarthquake, es bricht mir das Herz, vorher und nachher. |
44 | ভূমিকম্প এখানে ব্যাপক ক্ষতি করেছে। | - © Roshan Karki (@roshankarki5) 27. |
45 | আগে ও পরের ছবি দেখে আমি দু:খে মারা যাচ্ছি। | April 2015 |
46 | কাঠমান্ডু ভ্যালির কয়েক কিলোমিটার দূরে চাঙ্গু নারায়ণ মন্দির অবস্থিত। এটিও জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। | Der Bereich um den Tempel Changu Narayan, ein UNESCO-Welterbe, der sich nur wenige Kilometer vom Kathmandu-Tal befindet, wurde ebenfalls enorm beschädigt. |
47 | এখানেও ব্যাপক ক্ষতি হয়েছে। | #changunarayan Ich wäre so gerne dort. |
48 | #changunarayan I so wanna be there . look it is so beautiful. | Es ist wunderschön. |
49 | #Nepalquake ruins it pic.twitter.com/u0iaMEeZ7Z | #Nepalquake Das Erdbeben zerstört ihn. |
50 | - Sandesh Byanjankar (@DesanBenz) May 2, 2015 | - Sandesh Byanjankar (@DesanBenz), 2. Mai 2015 |
51 | #চাঙ্গুনারায়ণ আমি তোমার কাছে যেতে চাই। | Changu Narayan steht zwar noch etwas beschädigt, das Gelände hat jedoch sehr gelitten. |
52 | তোমার সৌন্দর্য তুলনাহীনা। | Muss restauriert werden. #NepalQuake |
53 | #নেপালেরভূমিকম্প এটি ধ্বংস করে দিয়ে গেছে। | - Ugendra Shrestha (@ugendras), 29. April 2015 |
54 | চাঙ্গু নারায়ণের কিছু অংশ এখনো দাঁড়িয়ে আছে। | Khokana, ein offenes Museum über die Newar-Kultur, wurde massiv zerstört. |
55 | তবে এর প্রাঙ্গনে ব্যাপক ক্ষতি হয়েছে। | Schönes Nepal! Habe diesen Morgen auf Khokana geklickt! |
56 | এখন এটির পুনর্নির্মাণ দরকার। | - dinesh dc (@dineshdcdc), 28. |
57 | #নেপালেরভূমিকম্প | März 2015 |
58 | নেয়ার (Newar) সংস্কৃতির উন্মুক্ত জাদুঘর হলো খোকানা অঞ্চল, এখানকার বিস্তৃত এলাকার ক্ষয়ক্ষতির ছবি দেখিয়েছেন। | Sameer trägt seine zwei Babyziegen vorsichtig durch sein zerstörtes Wohngebiet in Khokana in #Nepal #Nepalquake |
59 | অপরূপ নেপাল! আজকে সকালে খোকানা থেকে তোলা! | - Natalie Curtis (@NatalieCurtis), 1. Mai 2015 |
60 | নেপালের খোকানার ধ্বংসস্তুপ থেকে সামীর ছাগলের দু'টি বাচ্চা নিয়ে ফিরছেন। | Bungamati, eine alte Newar-Siedlung, war ebenfalls betroffen.. |
61 | #নেপালকোয়েক | Herzzerreißend! |
62 | বাঙ্গামাটির প্রাচীন স্থাপনাগুলোতেও ভূমিকম্প আঘাত হেনেছে। | Bungamati-Tempel: Vorher und nachher #NepalEarthquake #NepalQuake |
63 | হৃদয় বিদারক ঘটনা! | - salokya (@salokya), 28. |
64 | বাঙ্গামাটি মন্দির: আগে ও পরের ছবি। | April 2015 |
65 | #নেপালআর্থকোয়েক #নেপালকোয়েক কাঠমান্ডু ভ্যালির কাছে হিমালয়ের কোলে ল্যাংট্যাং গ্রামের অবস্থান। | Das Dorf Langtang, der dem Himalaya nächste Punkt vom Kathmandu-Tal aus und ein bei Berksteigern beliebter Ort, wurde nach dem Erdbeben von einer Lawine komplett zerstört. |
66 | এই জায়গাটা পর্বতারোহীদের খুব প্রিয়। | Das Dorf Langtang, Nepal, vor und nach dem Erdbeben vom 25. April: |
67 | ভূমিকম্পে জায়গাটা একদম ধ্বংস হয়ে গেছে। | - Hanover Geology (@HanoverGeology), 30. April 2015 |
68 | ২৫ এপ্রিল ভূমিকম্পের আগে ও পরে নেপালের ল্যাংট্যাং গ্রাম: গোর্খা শহরের খুব সুন্দর একটি জায়গা হলো বারপাক। | Das Epizentrum des Erdbebens lag direkt in Barpak, einem winzigen Bilderbuchdorf im Gorkha-Distrikt. |
69 | এই গ্রামটিই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ব্রিটিশ, ভারতীয় এবং নেপাল সেনাবাহিনীতে কাজের জন্য এখানকার মানুষদের বেশ সুনাম ছিল। | Das Dorf, das von den Ghale bewohnt wurde, die für ihre Dienste für die britischen, indischen und nepalesischen Streitkräfte berühmt sind, wurde komplett zerstört. |
70 | গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বারপাকের পুরোনো ছবি থেকে বুকের ভিতরে মোচড় দিয়ে উঠলো। | Herzzerreißend, die alten Fotos von #Barpak (@sirish_shrestha) zu sehen, angesichts der jetzigen Zerstörung #NepalEarthquake (@thedarjchron). |
71 | ভূমিকম্প একে ধ্বংস করে দিয়েছে। | - Andy Revkin (@Revkin), 26. April 2015 |
72 | ভূমিকম্প নেপালে ব্যাপক ক্ষতচিহ্ন রেখে গেছে। | Das Erdbeben hat in Nepal unauslöschliche Spuren hinterlassen. |
73 | যেগুলো বেঁচে গেছে, সেগুলো সংরক্ষণ করতে এখন দরকার বিশেষ দক্ষতাসম্পন্ন মানুষ। | Sonderausrüstung und Experten werden benötigt, um die spärlichen Überreste zu bewahren. |
74 | তবে এই ব্যাপক ধ্বংসযজ্ঞ সত্ত্বেও, নেপালের মানুষ আশা হারায়নি। | Die Bevölkerung Nepals hat jedoch trotz des Ausmaßes der Zerstörung die Hoffnung nicht aufgegeben, ihre historischen Bauwerke wiederaufzubauen. |
75 | তারা একদিন ঠিকই এই ঐতিহাসিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ করতে সক্ষম হবে। | Shashi Raj Pandey twitterte zum Beispiel: |
76 | শশী রাজ পান্ডে টুইট করেছেন: নেপালের মানুষের মধ্যে বিপুল আশার উপস্থিতি দেখতে পাচ্ছি। | Die Menschen haben viel Hoffnung aber auch große Verzweiflung, mit der sie von den zu Gräbern gewordenen Träumen zum Wiederaufbau zurückkehren. |
77 | ধ্বংসযজ্ঞের ভেতরেও পুনর্নির্মাণের স্বপ্ন দেখছে তারা। | #NepalQuake - Shashi Raj Pandey (@shashirajpandey), 29. |
78 | #নেপালকোয়েক | April 2015 |