Sentence alignment for gv-ben-20140418-42765.xml (html) - gv-deu-20140516-21073.xml (html)

#bendeu
1কুন্টুরঃ কলম্বিয়ায় চালু হল পাখি দেখার নতুন অ্যাপ্লিকেশনKuntur: Neue App zur Vogelbeobachtung in Kolumbien
2[সব লিঙ্ক স্প্যানিশ ভাষার ওয়েবসাইটকে নির্দেশ করে]Alle Links verweisen auf spanischsprachige Websites.
3২০১৪ সালে মার্চ মাসের শেষ সপ্তাহে কলম্বিয়ার জাতীয় প্রশিক্ষণ সার্ভিস (সারভিসিও নাসিওনাল দে আপ্রেন্ডিজাজে - সেনা) কুন্টুর নামে পাখি দেখার একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে।
4সেনা ওয়েবসাইট পোস্ট করে জানিয়েছে, “দেশের পাখি এবং জীব বৈচিত্র্য বিশেষজ্ঞদের তথ্য নিবন্ধন এবং বাস্তব সময়ে সম্প্রদায়ের সাথে তা শেয়ার করার জন্য কুন্টুর কাজ করবে।
5পাখিদের অবস্থান এবং তাঁদের সনাক্তকরণের সুবিধা সম্বলিত এর একটি ডাটাবেস রয়েছে।” ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশটIn der letzten Märzwoche 2014 wurde vom Staatlichen Ausbildungsdienst in Kolumbien (Servicio Nacional de Aprendizaje - SENA) eine App zur Vogelbeobachtung mit dem Namen Kuntur eingeführt.
6টুইটারে @বার্ডঅয়াচিং এ তারা এই উদ্যোগের লক্ষ্য ব্যাখ্যা করেছেন: কুন্টুরের লক্ষ্য হচ্ছে, কলম্বিয়ার সব প্রজাতির পাখির একটি ডাটাবেইস তৈরি করা।Auf der Website von SENA hieß es, dass Kuntur “Experten für Avifauna und Artenvielfalt des Landes die Möglichkeit gibt, ihre Daten einzutragen und in Echtzeit mit der Gemeinschaft zu teilen.
7অ্যাপ্লিকেশন এর অফিসিয়াল অ্যাকাউন্ট (@কুন্টুরঅ্যাপ) থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেতে পারি।
8যেমন, মার্চ মাসে এই অ্যাপ্লিকেশনটি কতবার ডাউনলোড করা হয়েছে (অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে, যেটি বর্তমানে অ্যাপ্লিকেশনটি পাওয়ার একমাত্র প্ল্যাটফর্ম):
9গুগল প্লে স্টোর থেকে প্রথম মাসেই কুন্টুর ২০০০ এরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।Kuntur verfügt über eine Datenbank mit Angaben zu Beobachtungsort und Identifikation der Vögel.”
10তখন এর গড়ে রেটিং ছিল …Screenshot von YouTube.
11লুইস কার্লোস যাপাটা আপ ওয়েব মভিলস এন্ট্রি অটরসএর উপর লিখা ব্লগে অ্যাপ্লিকেশনটি মুক্তির ব্যাপারে তাঁর ইতিবাচক প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়েছেন।Unter @Birdwatching auf Twitter wurde die Zielsetzung der Initiative dargestellt: Mithilfe von Kuntur soll eine Datenbank mit allen Vogelarten in Kolumbien erstellt werden.
12পাশাপাশি কুন্টুরের ধারণা কিভাবে শুরু হল তাও আমাদের বলেছেন: অ্যাপ্লিকেশন মানিজালেস টেকনোপার্কে তৈরি করা হয়েছে।Auf dem offiziellen Twitteraccount der App (@KunturAPP) finden wir unter anderem Angaben darüber, wie oft die App im März heruntergeladen wurde (auf Android-Endgeräte, da die App derzeit nur dafür verfügbar ist):
13এটি বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। শীঘ্রই এটি অ্যাপল স্টোরেও পাওয়া যাবে।Im ersten Monat seit der Aufnahme in den Google Play Store wurde Kuntur über 2.000 Mal heruntergeladen, die durchschnittliche Bewertung war …
14অ্যাপ্লিকেশনটি একটি শিক্ষামূলক উপায়ে কলম্বিয়ার ১৮০০ প্রজাতির পাখিকে সবার সাথে পরিচিত করাতে ইচ্ছুক।Luis Carlos Zapata bloggt auf App Web Móviles unter anderem über das positive Feedback für diese Veröffentlichung und erzählt uns, wie die Idee für Kuntur entstand:
15[…] অনভিজ্ঞ ব্যক্তি এবং বিশেষজ্ঞ সবাইকে একইভাবে প্রথমে বিভিন্ন ছায়াচিত্র (সিলুয়েট) নির্বাচন করে অনুসন্ধান চালাতে হবে।Die Idee für die App wurde im Manizales Technopark geboren und sie ist derzeit im Google Play Store erhältlich, in Kürze wird sie auch in IOS zur Verfügung stehen.
16তারপর বিভিন্ন বৈশিষ্ট্য নির্বাচন করে কাঙ্ক্ষিত বিষয়াদি খুঁজে পাবেন।Mit der App sollen die ca. 1.800 bekannten Vogelarten in Kolumbien in informativer und pädagogischer Weise vorgestellt werden.
17যেমন প্রাথমিক এবং দ্বিতীয় রং নির্বাচন করা। অনভিজ্ঞ বা নতুনদের জন্য সেখানে অনেক ধরণের অপশন রয়েছে […] আপনি একজন বিশেষজ্ঞ হলে সেখানে বৈজ্ঞানিক নামও অনুসন্ধান করতে পারবেন।[…] Laien und Fachleute sind gleichermaßen in der Lage, nach unterschiedlicher Silhouette und dann nach Eigenschaften wie primärer und sekundärer Farbe zu suchen; für Laien stehen weitere Optionen […] zur Verfügung und wenn Sie Experte sind, können Sie auch anhand des wissenschaftlichen Namens suchen.
18একই পোস্টে, অ্যাপ্লিকেশন এর একাউন্ট থেকে নীচের লিঙ্কের ভিডিওটি ইউটিউবে পোস্ট করা হয়েছে।Im gleichen Beitrag wurde auf das nachfolgende Video auf dem YouTube-Account der App verlinkt, indem die Benutzung der App ganz einfach erklärt wird:
19সেখানে অ্যাপ্লিকেশন ব্যবহার পদ্ধতির একটি খুব সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছেঃWeitere Informationen finden sich auf der Website der Entwickler der APP und auf deren Facebookseite.
20অ্যাপ্লিকেশনটি নির্মাতার ওয়েবসাইটে এবং তাদের ফেসবুক পাতায় এ সংক্রান্ত আরও তথ্য রয়েছে।