# | ben | deu |
---|
1 | আসাদ সমর্থক এবং / অথবা যুদ্ধ বিরোধী বিক্ষোভ ? | Pro-Assad-Proteste und/oder Antikriegsdemonstrationen? |
2 | ওয়াশিংটন ডিসিতে আসাদ সমর্থকদের প্রতিবাদ সমাবেশ। | Ein Pro-Assad-Protest in Washington DC. |
3 | সমাবেশটিকে সিরিয় পতাকার পাশাপাশি একটি ইসরায়েলি পতাকাও উড়াতে দেখা গেছে। | Neben der syrischen ist auch eine israelische Flagge in der Menge zu sehen. |
4 | ছবিটি ইয়াদ চারবাজি তাঁর ফেসবুক পাতায় শেয়ার করেছেন। | Foto von Eiad Charbaji über seine öffentliche Facebook-Seite geteilt. |
5 | সিরিয়ায় মার্কিন আক্রমণ প্রচেষ্টার বিরুদ্ধে যুদ্ধ বিরোধী প্রতিবাদ ধর্মঘট অগ্রগমন শীল হয়েছে। | Antikriegsproteste richten sich gegen einen Militärschlag der USA gegenüber Syrien. |
6 | নেটিজেনদের প্রতিবাদের কিছু বর্ণনা এখানে দেওয়া হল, যেখানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষের জনতা উপস্থিত ছিল। | Netzbürger zeichnen Demonstrationen auf, bei denen Menschen für den syrischen Präsidenten Bashar al-Assad protestieren. |
7 | তাদের কাছে জিজ্ঞাসা কর হয়, আসাদ সমর্থক প্রতিবাদকারীরা যুদ্ধের বিরোধী কিনা ? কারণ, গত মার্চ ২০১১ সাল থেকে দেশে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে আসাদ তাঁর সিরিয় জনগণের বিরুদ্ধে দমন পীড়ন চালিয়ে আসছেন। | Sie werfen die Frage auf, ob die Pro-Assad-Demonstranten zugleich Kriegsgegner sein können, angesichts dessen, dass Assad seit Beginn der Demonstrationen gegen das Regime im März 2011 einen Krieg gegen Syrer führe. |
8 | এম স্কট মাহাস্কি যুদ্ধ বিরোধী এবং আসাদ সমর্থকদের ফটোগ্রাফ শেয়ার করেছেন, যেখানে প্রতিবাদকারীরা হোয়াইট হাউসের বাইরে বাশার আল আসাদের ছবি সম্বলিত টি শার্ট পরেছিলেন : | M. Scott Mahaskey veröffentlicht das Foto von Antikriegs- und Pro-Assad-Demonstranten vor dem Weißen Haus, die T-Shirts tragen, auf denen Bashar al-Assad zu sehen ist: |
9 | #সিরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে সিরিয়ান-আমেরিকানদের ফোরাম। | Das Syrisch-Amerikanische Forum protestiert vor dem Weißen Haus gegen einen möglichen Militärschlag der USA gegen Syrien. |
10 | এছাড়াও ওয়াশিংটন ডিসিতে একটি আসাদ সমর্থক প্রতিবাদ সমাবেশ থেকে সিরিয়ানাদের অন্য একটি আলোকচিত্র শেয়ার করেছেন: | Der Syrer Nader verbreitet ein weiteres Foto eines Pro-Assad-Protests, der ebenfalls in Washington DC stattgefunden hat: |
11 | ওয়াশিংটন ডিসি থেকে ছবি। | Foto aus Washington DC. |
12 | মন্তব্য নিষ্প্রয়োজন। | Kein Kommentar. |
13 | সিরিয়ার পতাকা ছাড়াও, ফটোগ্রাফটিতে এক প্রতিবাদকারীকে ইসরায়েলি পতাকা উড়াতেও দেখা যায়। | Zusätzlich zu den syrischen Flaggen ist ein Demonstrant zu sehen, der auf diesem Foto die israelische Fahne schwenkt. |
14 | এছাড়াও সিরিয়ার কাছাকাছি এলাকার মধ্যে মিশরীয় বিপ্লবের প্রাণকেন্দ্র তাহিরির স্কয়ারেও আসাদ সমর্থকদের একটি বিক্ষোভ সমাবেশ করতে দেখা গেছে। | Näher dran wurde auf dem Tahrir-Platz in Kairo, dem Epizentrum der ägyptischen Revolution, eine Pro-Assad-Demonstration abgehalten. |
15 | টম ডেল মন্তব্য করেছেন: | Tom Dale kommentiert: |
16 | #তাহিরির সমাবেশটি নিঃসন্দেহে ছোট, তবু বিষণ্ণ বিক্ষোভের সমাবেশটি “ঈশ্বর, বাশার, সিসি, এবং সিরিয়া” বলে চিৎকার করেছে। | Eine zugegebenermaßen recht kleine, aber nichtsdestotrotz deprimierende Demonstration im Tahrir. Sprechchöre für “Gott, Bashar, Sisi und Syrien”. |
17 | আহমেদ আগুর উপরের একই ভিডিও এবং মন্তব্যের লিংক শেয়ার করেছেন: | Ahmed Aggour teilt den Link zu demselben Video und bemerkt: Genau wie ich gesagt habe. |
18 | আমি যেরকম বলি ঠিক সেরকম, আসাদ সমর্থকদের #তাহিরিরে যাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার ছিল। #মিশর | Es war nur eine Frage der Zeit bis Pro-Assad-Sprechchöre ihren Weg zum Tahrir finden. |
19 | সিরিয়ার সক্রিয় কর্মী ইয়াসমিন জান্দালি যুক্তি দেখিয়েছেন, আসাদ সমর্থকদের ভিড় যুদ্ধ বিরোধী হতে পারেনা। কারণ, আসাদ নিজেই তার জনগণের উপর যুদ্ধ চালিয়ে আসছেন। | Die syrische Aktivistin Yasmine Jandali argumentiert, dass die Menge, die für Assad ist, nicht gleichzeitig gegen Krieg sein könne - denn Assad führe einen Krieg gegen sein eigenes Volk. |
20 | তিনি টুইট করেছেনঃ | Sie twittert: |
21 | যুদ্ধ বিরোধী জনগণ ! আপনি যদি @ইউআর এর ছবিটি দেখেন তাহলে বুঝবেন যে, তাঁরা আসাদ সমর্থক, স্বাধীনতা দলের বিরোধী। | Kriegsgegner: Wenn ihr ein Foto von diesem Typen bei einer eurer Veranstaltungen seht, dann begreift, dass sie für Assad, für Chemiewaffen und gegen Freiheit sind. |
22 | #ফ্রিসিরিয়া সংযুক্ত আরব আমিরাত বসবাসরত সিরিয়ার নাগরিক ফারাহ আরও স্পষ্টভাবে তাঁর ধারণা বর্ণনা করেছেন: | Die Syrerin Farah, die in den Vereinigten Arabischen Emiraten lebt, drückt ihre Ansicht unverblümt aus: |
23 | আসাদ সমর্থক এবং যুদ্ধ বিরোধী দুটি ভিন্ন জিনিস, এটাকে একসাথে মেশানো যাবে না। | Pro-Assad und Antikrieg sind zwei Dinge, die nicht zusammengehen. |
24 | এবং সিয়াম গালোন একটি বেদনাদায়ক তুলনা এঁকেছেন: | Und Shiyam Galyon stellt einen erschreckenden Vergleich an: |
25 | আসাদ সমর্থক জনগণের সঙ্গে বামপন্থি / যুদ্ধ বিরোধী / শান্তি কর্মী দেখা হল অনেকটা নারী ইস্যুতে একই রকমভাবে নারীবাদী এবং ধর্ষকদের দেখার মত। #সিরিয়া | Linke/Kriegsgegner/Friedensaktivisten zusammen mit Assad-Unterstützern zu sehen ist wie Feministen und Vergewaltiger gemeinsam auf einer Seite für Frauenthemen zu sehen. |