Sentence alignment for gv-ben-20100209-9315.xml (html) - gv-deu-20100202-1627.xml (html)

#bendeu
1পেরু: কুস্কোর বন্যা আক্রান্তদের জন্য সাহায্য আর উদ্ধারকাজPeru: Hilfe und Rettung für Flutopfer in Cusco
2পেরুর কুস্কোর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েই গেছে কারন বৃষ্টি এখনও কমেনি (পহেলা ফেব্রুয়ারী, ২০১০)।Die Situation in Cusco, Peru ist nach wie vor schwierig, weil der Regen nicht aufgehört hat.
3তবে এটাই একমাত্র সমস্যা না যা এই এলাকা সম্মুখীন হচ্ছে।Das ist jedoch nicht das einzige Problem, mit dem sich die Region befassen muss.
4এমন দোষারোপ আর গুজব বেরিয়েছে যে পর্যটকদের কাছ থেকে অর্থ দাবি করা হয়েছে তাদের উদ্ধারের জন্য যা অবশ্য কর্তৃপক্ষ অস্বীকার করেছেন।Es gibt Gerüchte [es], dass die Touristen [es] für ihre Rettung bezahlen mussten, was die Behörden bestreiten [es].
5২১শে জানুয়ারী চিলির সরকার বিশাল একটা হারকিউলিস বিমান পাঠিয়েছে চিলির নাগরিকদের তুলে আনার জন্য।Die chilenische Regierung schickte am 21. Januar ein Hercules Flugzeug, um chilenische Bürgerinnen und Bürger abzuholen.
6যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের ছবি পাবেন এখানে।Ein paar Fotos von den Geretteten gibt es hier.
7হুয়াকারপেইয়ের বন্যা প্লাবিত রাস্তা।Eine überflutete Straße in Huacarpay.
8ছবি জেনেবিও ভালেঞ্চিয়ার তোলা (অনুমতিক্রমে ব্যবহৃত)।Foto von Zenobio Valencia mit Genehmigung veröffentlicht
9খাদ্যের মূল্য বৃদ্ধি নিয়ে অন্যান্য রিপোর্ট সামনে এসেছে আগুয়াস ক্যালিন্টেস এলাকায়, মাচু পিচু শহরের প্রবেশদ্বারে।Es gibt andere Berichte, dass im Bereich von Aguas Calientes, dem Tor zu Machu Picchu, die Preise für Lebensmittel [es] gestiegen sind.
10এটর্নি জেনারেল তদন্তের হুকুম দেন যাচাই করে দেখতে যে রেস্টুরেন্ট আর দোকানে দাম কেমন আছে।Die Staatsanwaltschaft hat eine Untersuchung [es] angeordnet um dies zu überprüfen und zu handeln, falls Preis Spekulationen in Restaurants und Geschäften gefunden werden.
11যেমন আশা করা হয়েছিল, শীঘ্রই খবর বের হয় আক্রান্তদের মধ্যে সাহায্য বিতরণে স্বচ্ছতার অভাব সম্পর্কে ।Wie zu erwarten war, erschienen recht bald Beschwerden über den Mangel an Transparenz über die Verteilung der Hilfen für die Opfer.
12অনেকে আশা করছেন যে সরকার ব্যাপারটা দেখবেন।Viele hoffen, dass die Regierung dieses Problem berichtigen wird.
13এর সাথে ভূমি ধস যখন শুরু হয় যেসব পর্যটক সেক্রেড ভ্যালিতে ইঙ্কা ট্রেলে হাটছিলেন তাদের নিয়ে চিন্তা আছে।Darüber hinaus gibt es Befürchtungen über Touristen, die auf dem Inka-Trail und in dem Heiligen Tal wanderten, als die Erdrutsche begannen.
14ধারণা করা হচ্ছে সেই সময়ে এলাকায় প্রায় ১৫০০ পর্যটক ছিলেন, কিন্তু এখন পর্যন্ত জানা যায় নি তারা নিরাপদ আছেন কিনা।Es wird geschätzt, dass zu der Zeit ungefähr 1.500 Touristen in diesem Gebiet [es] waren, aber man weiss noch nicht, ob sich alle in Sicherheit befinden.
15মাচু পিচুর চারিদিকে মোট পর্যটকের সংখ্যা প্রায় ২০০০ বলে ধারণা করা হচ্ছে।Die Gesamtzahl der Touristen in und um Machu Picchu wurde auf ungefähr 2.000 geschätzt.
16কুস্কোর চারিদিকে কি হচ্ছে তা নিয়ে টুইটারা ব্যবহারকারীরা তথ্য জানাচ্ছেন।Twitterers verschickten Informationen über das was in und um Cusco herum passiert ist.
17কিছু কিছু টুইট মানবিকতার দুই দিক দেখাচ্ছে:Einige der Tweets zeigen die beiden Gesichter der Menschheit:
18@হ্যারিগঞ্জালেস:@harrygonzales:
19আরমাস প্লাজাতে পানি আসছেই আমাদের ভাই বোনদের সাহায্য করতে।Wasser läuft nach wie vor in die ‘Armas Plaza' und hilft unseren Brüdern und Schwestern.
20#কুস্কো http://tweetphoto.com/9723290#cusco http://tweetphoto.com/9723290
21@হ্যারিগঞ্জালেস:@harrygonzales:
22পিসোনেয়তে যারা আক্রান্ত হয়েছেন তারা এখন কালকার বিনোদন কেন্দ্রে আছেন। http://tweetphoto.com/9742996 #CuscoDie Leute, die es in Pisonay getroffen hat, befinden sich jetzt in dem Freizeit-Center von Calca http://tweetphoto.com/9742996 #Cusco
23লিন মোরা @লিন্মোরা:Lynn Mora @lynnmora:
24কুস্কোতে বয় স্কাউটদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয় আক্রান্তদের সাহায্য করতে।In Cusco wurden die Boyscouts (Pfadfinder) in das Katastrophengebiet geschickt, um den vom Unglück Betroffenen zu helfen.
25@এল্কামিনেরিটো@elcaminerito
26তারা বলছে যে হুয়াকারপায় আর পিসাকে চোর সব লুট করছে, স্বেচ্ছাসেবীরা দয়া করে তাদের সনাক্ত করেন, ঝামেলা এড়াবার জন্য।Uns wird gesagt, dass es in Huacarpay und Pisac Diebe gibt, die Plündern. Freiwillige Helfer, bitte identifiziert sie, um Probleme zu vermeiden.
27মারকো মোস্কোসো তার টুইটপিক অ্যাকাউন্টে নিয়মিত ছবি পোস্ট করছেন, আর তিনি বন্যাদুর্গত এলাকা দেখানোর ইন্টার অ্যাক্টিভ মানচিত্র তৈরির পিছনের একটি চালিকা শক্তি:Marco Moscoso hat regelmäßig Fotos auf seinem Twitpic Konto veröffentlicht; und er ist einer der treibenden Kräfte hinter der interaktiven Karte, welche die Notstands-Gebiete zeigt [es]:
28Ver Cusco en Emergencia en un mapa más grandeEine größere Karte von den Cusco Notstandsgebieten gibt es hier.
29ব্লগ ক্যাম্বিয়ান্ডো এল মুন্ডো (বিশ্বকে পরিবর্তন করা) এর এই পোস্টে হুকারপায়ের মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর একটি তালিকা পাওয়া যাবে (ইংরেজীতে)।In diesem Beitrag des Blogs ‘Cambiando el Mundo' [es/en] (die Welt verändern) kann man eine Liste (auf englisch) über die Sachen finden, die die Leute in Huacarpay dringend benötigen.
30এই গোত্রটি বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে।Das ist eine Gemeinde, die von den Überschwemmungen sehr stark betroffen wurde.
31একটা ফেসবুক দলও আছে কুস্কোর জন্য সাহায্য সংগ্রহ করতে: কুস্কোর দুর্ভাগ্যের বিরুদ্ধে সম্মিলিত হন!!Es gibt auch eine Facebook-Gruppe, die Hilfe für Cusco sammelt: Ein vereintes Cusco gegen das Unglück! [es]