# | ben | deu |
---|
1 | রাশিয়া এবং ইউক্রেনের টুইটার ব্যবহারকারীরা তাদের রাষ্ট্রপতি সম্বন্ধে কি বলছে? | Was sagen Twitternutzer in der Ukraine und Russland über ihre Präsidenten? Eine Einführung |
2 | ছবি ফ্লিকারের কাম ইয়ার আদল-এর, সিসি বাই ২. | Foto von Kamyar Adl auf Flickr. CC BY 2.0. |
3 | | Dieser Beitrag ist Teil eines Projekts, das Daten aus Bürgermedien auswertet. |
4 | ০ সাম্প্রতিক মাসগুলোতে স্যোশাল মিডিয়ার রাডারে ধরা পড়ছে যে ইউক্রেন এবং রাশিয়া উভয়কে এখন বেশি বেশী দেখা যাচ্ছে, তবে এখানে এর শেষ নয়, ইউরোময়দান বিক্ষোভ-এর ফলে ঘটা সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা এবং ক্রিমিয়া এবং পূর্ব ইউক্রেন নিয়ে চলতে থাকা আন্তর্জাতিক সংঘর্ষ যার কারণ। | Dazu arbeitet RuNet Echo mit dem Maryland Institute for Technology in the Humanities zusammen. Alle Beiträge dieser Reihe sind auf Deutsch in unserem Dossier “Alle Tweets der Präsidenten” nachzulesen. |
5 | | Sowohl die Ukraine als auch Russland haben in den letzten Monaten auf dem Radar der sozialen Medien eine große Rolle gespielt, nicht zuletzt aufgrund der politischen und sozialen Unruhen zu den Euromaidan-Protesten und dem internationalen Konflikt auf der Krim und in der Ostukraine. |
6 | রাজনৈতিক, সামরিক এবং তথ্যগত সংঘর্ষের মাঝেও ইন্টারনেট ব্যবহারকারীরা প্রায়শ জনপ্রিয় ব্যক্তিত্ব, কর্মকর্তা এবং নিজ দেশের সবচেয়ে সেরা এবং বাজে রাজনীতিবিদদের নিয়ে আলোচনা শুরু করে এবং দুটি দেশের রাজনীতিবিদদের মতো আর কোন ঘটনা এসব আলোচনার কেন্দ্রে অবস্থান করে না। | Inmitten politischer und militärischer Kämpfe und Informationsschlachten greifen Internetnutzer oft darauf zurück, Personen des öffentlichen Lebens zu diskutieren, Beamte und Politiker, denen nachgesagt wird, das Beste und das Schlechteste ihrer Länder zu verkörpern. |
7 | | Niemand ist in den jüngsten Geschehnissen derart zentral positioniert wie die Präsidenten der beiden Staaten Russland und der Ukraine. |
8 | রুনেট ইকো সিদ্ধান্ত গ্রহণ করেছে রুশ এবং ইউক্রেন-এর ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের উভয়ের রাষ্ট্রপতি-ভ্লাদিমির পুতিন এবং প্রেট্রো পোরশেঙ্কোকো নিয়ে কি আলোচনা করে, সে বিষয়ে তারা এক অনুসন্ধান চালাবে। | RuNet Echo hat sich dazu entschieden, zu untersuchen, wie russische und ukrainische Twitternutzer über ihre Präsidenten Vladimir Putin und Petro Poroshenko sprechen. Über wen der beiden reden sie mehr? |
9 | কাকে নিয়ে তারা বেশী আলোচনা করে? কোন প্রেক্ষাপটে তারা কি বলে? | Was sagen sie und in welchem Kontext sagen sie es? |
10 | এই প্রখ্যাত রাজনীতিবিদদের সাথে কোন ধরনের ছবি এবং মাল্টিমিডিয়া তারা যুক্ত করে? | Welche Bilder und was für Multimedia bringen die Nutzer mit diesen beiden prominenten Politikern in Verbindung? |
11 | | Um die Antworten auf diese und einige andere Fragen zu finden, haben wir seit Oktober 2014 Tweets gesammelt und verfügen nun über eine Sammlung von über sechs Millionen Twitternachrichten, in denen Putin oder Poroshenko auf Englisch, Russisch oder Ukrainisch erwähnt werden. |
12 | এই সমস্ত ও অন্য অনেক প্রশ্নের উত্তর খুঁজতে আমরা অক্টোবর ২০১৪ থেকে আমরা টুইট সংগ্রহ করা শুরু করি এবং এখন আমাদের কাছে ইংরেজি, রুশ এবং ইউক্রেনের ভাষায় করা লক্ষ লক্ষ টুইট রয়েছে যেখানে পুতিন এবং পোরোশেঙ্কোর কথা উল্লেখ করা হয়েছে। | Nur ein Teil dieser riesigen Datensammlung repräsentiert Tweets, die von Russen und Ukrainern gepostet wurden. Aber dennoch haben wir hunderttausende Datenpunkte, die uns einen Einblick in den öffentlicenh Diskurs zu diesen beiden Männern gewähren. |
13 | নিঃসন্দেহে বিশাল এই সংখ্যক ডাটা যা টুইটের প্রতিনিধিত্ব করে, তার মধ্যে সামান্য পরিমাণ রুশ এবং ইউক্রেনের নাগরিকদের করা। | Mehr zu Tableau Tweets über Putin und Poroshenko. |
14 | কিন্তু তার পরিমাণ হিসেব করলেও আমাদের কাছে হাজার হাজার পরিমাণ ডাটা রয়েছে যা উক্ত দুই ব্যক্তি সম্বন্ধে সাধারণ জনতার ধারণা কি তা উন্মোচন করবে। | Die Anzahl der erfassten Tweets pro Stunde mit den Stichwörtern Poroshenko, Putin, порошенко, путин und путін über den Zeitraum vom 12. Oktober 2014 bis zum 30. November 2014. |
15 | মূকাভিনয় সম্বন্ধে জানুন | Die Stichwörter sind jeweils farbig markiert. |
16 | | Wenn man mit der Maus über einen Punkt der Linie fährt, wird die Anzahl der Tweets zu dem jeweiligen Stichwort innerhalb der ausgewählten Stunde angezeigt. |
17 | আগামী কয়েক মাস, আমরা আমাদের এই বিশ্লেষণের ফলাফল প্রকাশ করতে থাকব এবং টুইটার ডাটা থেকে পাওয়া কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। | In den kommenden Monaten werden wir die Ergebnisse unserer Untersuchungen veröffentlichen und die Geschichten erzählen, die sich in den Twitterdaten verbergen. |
18 | পাঠককে যুক্ত করে এমন ইনফোগ্রাফিকস, ধারণার বাইরে কিছু বিষয় আবিস্কার, এবং মজার মাল্টিমিডিয়া সংগ্রহের সাথে থাকুন, যার সবগুলো হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের টুইটার ব্যবহারকারীরা তাদের রাষ্ট্রপতি সম্বন্ধে কি বলছে তা নিয়ে। | Es warten auf uns ansprechende Infografiken, unerwartete Enthüllungen und unterhaltsame Multimediasammlungen auf Grundlage dessen, was das russische und ukrainische Twitter zu den beiden Präsidenten zu sagen hat. |