# | ben | deu |
---|
1 | ইরানঃ গ্রীন মুভমেন্ট আন্দোলনের গ্রেফতারকৃত নেতাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে | Iran: Inhaftierter Führer der Grünen Bewegung ins Krankenhaus verlegt |
2 | মীর হোসেন মৌসাভি, ইরানের গ্রীন মুভমেন্ট নামক আন্দোলনের অন্যতম এক গুরুত্বপূর্ণ নেতা, সংস্কারবাদী প্রার্থী হিসেবে যিনি ২০০৯ সালের বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন এবং ঘটনাক্রমে নির্বাচন পরবর্তী অস্থিরতার সময়ে যিনি বিরোধীদের নেতায় পরিণত হন। | Mir Hossein Mousavi, Schlüsselfigur der iranischen Grünen Bewegung, reformistischer [en] Kandidat in den umstrittenen Präsidentschaftswahlen 2009 und die treibende Kraft der Opposition während der Unruhen nach den Wahlen, wurde am Donnerstag, den 23. |
3 | বুধবার, ২৩ আগস্ট, ২০১২-এ, হৃদরোগে আক্রান্ত হবার কারণে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। | August 2012, wegen eines „Herzproblems“ ins Krankenhaus verlegt. |
4 | মীর হোসেন মৌসাভি, যে কিনা একই সাথে ইরানের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি গ্রীন মুভমেন্ট-এর আরেক নেতা মেহেদি কারোবির মত বিগত ৫২০ দিন গৃহবন্দী ছিলেন। | Mir Hossein Mousavi, auch ehemaliger Ministerpräsident, sowie Mehdi Karoubi, ein anderes prominentes Mitglied der Grünen Bewegung, standen die letzten 520 Tage unter Hausarrest. |
5 | ২০০৯ সালে মীর হোসেন মৌসাভি। | Mir Hossien Mousavi, 2009. |
6 | সূত্র-সাবজিনতান ব্লগ। | Quelle: Blog Sabzintan. |
7 | অনুমতিক্রমে প্রকাশিত | Verwendet mit Erlaubnis. |
8 | সাবজিনতান লিখেছে [ফার্সী ভাষায়] | Sabzintan schreibt [fa]: |
9 | এক বিশ্বস্ত সূত্রানুসারে জানা গেছে যে ৫২৬ দিন গৃহবন্দী অবস্থায় রাখার পর মীর হোসেন মৌসাভিকে আজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। | Verlässlichen Quellen zufolge wurde Mir Hussein Mousavi heute ins Krankenhaus versetzt, nachdem er 526 Tage unter Hausarrest verbrachte. |
10 | এই সময় তার স্ত্রী যাহরা রাহমাদইয়ার্দ তার সাথে ছিল। | Seine Frau Zahra Rahnavard war mit ihm. |
11 | যতদূর জানা যায় হাসপাতালের কর্তব্যরত কর্মচারীদের হাসপাতাল ত্যাগের অনুমতি প্রদান করা হয়েছে এবং হাসপাতালের চারপাশে নিরাপত্তারক্ষীরা অবস্থান করছে। | Bisher hatten die Mitarbeiter des Krankenhauses die Erlaubnis, es zu verlassen. Überall am Gelände gibt es Sicherheitskräfte. |
12 | গ্রীন করসপন্ডেন্ট আহ্বান জানাচ্ছে [ফার্সী ভাষায়]: | Grüne Korrespondenten laden alle ein [fa]: |
13 | গ্রীন মুভমেন্ট-এর দুজন একটিভিস্টকে গৃহবন্দী করে রাখার প্রতিবাদে নাগরিকরা ২৬-৩১ আগস্ট তেহরানে অনুষ্ঠিত হতে যাওয়া জোট নিরপেক্ষ আন্দোলনের সময় বিক্ষোভের পরিকল্পনা গ্রহণ করেছে। | Die Menschen haben vor, während des Gipfels der Blockfreien Bewegung vom 26. bis 31. August gegen die Inhaftierung der zwei Aktivisten der Grünen Bewegung zu protestieren. |
14 | ফ্রেডওমসিকার লিখেছে [ফার্সী ভাষায়] : | Freedomseeker schreibt [fa]: |
15 | মৌসাভির ক্ষেত্রে আমাদের বেদনার্ত হবার কোন অধিকার নেই। | Wir haben kein Recht, wegen Mousavi traurig zu sein. |
16 | তিনি ৫২০ দিন ধরে এক কারাগারে বন্দী আর আমরা তার জন্য কিছুই করিনি। | Er ist seit 520 Tagen eingesperrt und wir taten nichts. |
17 | কেবল অপেক্ষা করে গেছি। | Wir haben nur gewartet. |
18 | এমনকি এখন যদি তার স্বাস্থ্য যদি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমাদের অবশ্য হাসপাতালে যাওয়া উচিত। | Selbst jetzt sollten wir uns zum Krankenhaus begeben, wenn uns seine Gesundheit wichtig ist. |
19 | কোন ধরনের বিচারের ব্যবস্থা না করে কাউকে জেলে আটকে রাখার ক্ষেত্রে এই শাসকদের এটাই প্রথম কোন ঘটনা নয়। | Das ist nicht das erste Mal, dass das Regime jemanden ohne Gerichtsverhandlung verhaftete. |
20 | ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তোল্লাহ খামেনির সমালোচনা করার কারণে আয়তোল্লাহ মোনতাজারিকে পাঁচ বছর যাবত গৃহবন্দী করে রাখা হয় এবং আমরা তার জন্য কোন কিছু করিনি। | Ayatholah Montazeri, ein Kritiker von Ayatholah Khamenei, dem Oberhaupt der Islamischen Republik, befand sich fünf Jahre unter Hausarrest und wir haben nichts getan. |
21 | আসুন আমরা এই বিষয়টি মেনে নেই যে আমরা উদাসীন এক জাতি। | Akzeptieren wir es, dass wir gleichgültige Menschen sind. |