# | ben | deu |
---|
1 | উরুগুয়েতে ১১বছরের একটি গর্ভবতী মেয়ে গর্ভপাত করতে অস্বীকৃতি জানায় | Uruguay: 11-jährige Schwangere lehnt Abtreibung ab |
2 | ১১ বছর বয়েসী গর্ভবর্তী মেয়ে গর্ভপাত করতে অস্বীকৃতি জানিয়ে বিতর্কের সৃষ্টি করলো। | 11-jährige Schwangere, die einen Abbruch ablehnt, verursacht Kontroverse. |
3 | আমরা সম্পতি প্যারাগুয়েতে একটি ১০ বছর বয়েসী গর্ভবতী মেয়ের কথা লিখেছিলাম যাকে তার সৎবাবা ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয় এবং যে দেশটির আইনগত সীমাবদ্ধতার জন্য গর্ভপাত ঘটাতে সমর্থ ছিল না। | Kürzlich hatten wir über eine 10-jährige Schwangere in Paraguay berichtet, die ihren Angaben zufolge von ihrem Stiefvater vergewaltigt worden ist und wegen der Gesetzeslage des Landes außerstande war, einen Schwangerschaftsabbruch durchzuführen. |
4 | এখন উরুগুয়েতে যেখানে গর্ভাবস্থার প্রথম ১২ সপ্তাহের মধ্যে গর্ভপাত বৈধ সেখানে ১১ বছর রয়েসী গর্ভবতী শিশুর গর্ভপাত না করতে চাওয়াটি দেশকে মর্মাহত করেছে। | In Uruguay, wo in den ersten 12 Wochen der Schwangerschaft ein Abbruch legal wäre, gibt es jetzt den Fall einer 11-jährigen, die sich dagegen wehrt und damit das ganze Land schockiert. |
5 | এই মেয়েটি যার বুদ্ধি প্রতিবন্ধিতা আছে বলে বলা হচ্ছে তাকে তার সৎবোনের ৪১ বছর বয়েসী পিতামহ ধর্ষণ করেছে। | Dieses Mädchen, das angabegemäß eine geistige Behinderung hat, wurde vom 41-jährigen Großvater ihrer Halbschwester vergewaltigt. |
6 | এই লোকটি এখন আটক আছে এবং ধর্ষণের জন্য তার বিচার করা হবে, উরুগুয় কর্মকর্তারা আজঁস ফ্রঁস-প্রেস-কে জানিয়েছে। | Der Mann ist jetzt in Gewahrsam und wird wegen Vergewaltigung angeklagt, wie die uruguayischen Behörden der französischen Nachrichtenagentur AFP mitteilten. |
7 | পারিবারিক সদস্য, ডাক্তার, সামাজিক সংগঠক, এবং গণমাধ্যমগুলো এই মেয়েটিকে গর্ভপাত করার জন্য উৎসাহিত করেছে। | Familienangehörige, Ärzte, soziale Einrichtungen und die Medien haben das Mädchen dazu ermuntert, die Schwangerschaft abzubrechen. |
8 | তারা এমনকি সরকারকেও চাপ দিয়েছে যাতে তাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নেয়ার চেষ্টা করা হয় ও বাধ্য করা হয়, পানজিয়া টুডে-এর বরাত অনুসারে। | Man hat sogar auf die Regierung Druck ausgeübt, um zu versuchen, das Mädchen zu diesem Schritt zu zwingen, wie Pangea Today berichtet. |
9 | এর প্রতিউত্তরটি যদিও তাদের মনোপুত হয় নি: | Die Reaktion fiel jedoch nicht zu ihren Gunsten aus: |
10 | ‘এই শিশুটি বা তার বাচ্চাটির মৃত্যু হবার কোন ঝুঁকি নেই, সুতরাং আমরা তাকে গর্ভপাত করতে বাধ্য করতে পারি না,' আইএনএইউ-এর পরিচালক মোনিকা সিলভা বলেন। | “Es besteht kein Risiko für das Leben des Kindes. Deshalb können wir sie nicht zwingen, die Schwangerschaft abzubrechen”, sagte die Direktorin des INAU [Institut für Kinder und Jugend], Monica Silva. |