# | ben | deu |
---|
1 | বুচুলা ভাষা সংরক্ষণে ঘুম পাড়ানির গান | Sie singen Wiegenlieder, um die Sprache der Butchulla zu bewahren |
2 | ফ্রেজার দ্বীপ, ছবিঃ ইভিসি২০০৮। | Fraser Island von EVC2008. |
3 | সিসি বিওয়াই-এনসি-এনডি ২ দশমিক ০ লাইসেন্সের অধীনে ব্যবহৃত। | Foto unter der Lizenz CC BY-NC-ND 2.0. |
4 | অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত ফ্রেজার দ্বীপে আবিষ্কৃত প্রমাণাদি বলছে, যতটা সম্ভব প্রায় ৫ হাজার বছর আগে সেখানে হয়তোবা কোন আদিবাসী বাসিন্দাদের বসবাস ছিল। | Entdeckungen zufolge geht man davon aus, dass auf Fraser Island, einer zum australischen Bundesstaat Queensland gehörenden Insel, bereits seit 5.000 Jahren Aborigines leben. |
5 | প্রথাগতভাবে এই জমির মালিক অর্থাৎ বুচুলা সম্প্রদায়ের মানুষ দ্বীপটির অবিশ্বাস্য প্রাকৃতিক প্রতিবেশের কারণে একে ‘কেগারি' নামে ডাকে, যার অর্থ “জান্নাত দ্বীপ”। | Die Ureinwohner dieser Insel, die Butchulla, gaben ihr aufgrund ihrer atemberaubenden Naturschönheiten den Namen K'gari, was so viel wie „Paradies” bedeutet. |
6 | তবে, উপনিবেশ স্থাপনকারীদের আগমনের পর বুচুলা সম্প্রদায়ের মানুষ বেশ কষ্টের সম্মুখীন হয়েছে। কেননা এই উপনিবেশ স্থাপনকারীরা শেষ পর্যন্ত বুচুলা সম্প্রদায়কে তাঁদের দেশ থেকে বাস্তুচ্যুত করেছিল। | Als im 19. Jahrhundert die weißen Kolonialherren eintrafen, kam es zu gewalttätigen Auseinandersetzungen mit den Butchulla, wobei viele der Ureinwohner hingerichtet und von der Insel vertrieben wurden. |
7 | কুইন্সল্যান্ডে অবস্থিত ফ্রেজার দ্বীপ | Fraser Island, Queensland |
8 | সে সময় বুচুলা ভাষাকেও যথেষ্ট ভোগান্তির শিকার হতে হয়েছে। | Dank aktueller Wiederbelebungs-bemühungen durch das Butchulla Language Programm kehrt die Sprache langsam wieder zurück. |
9 | বিভিন্ন সরকারী নীতি ও ধর্মপ্রচারকের নানা দল ভাষাটির ব্যবহার নিষিদ্ধ করার কারণে বিংশ শতাব্দীতে ভাষাটি প্রায় বিলুপ্তির পর্যায়ে চলে যায়। | Im Rahmen des Programms wurden neue Zugangsquellen zur Sprache der Butchulla geschaffen, darunter Wörterbücher, Musik CDs und organisierte Aktivitäten wie Sprachkurse in lokalen Bibliotheken. |
10 | বর্তমান সময়ে বুচুলা ভাষাকে নবজীবন দানকারী প্রচেষ্টাকে ধন্যবাদ। ভাষাটি এখন ধীরে ধীরে জীবিত হয়ে উঠছে। | Hauptziel all dieser Maßnahmen ist es, das Interesse der jüngeren Generationen für die Sprache der Butchulla zu wecken. |
11 | প্রচারাভিযানটি অভিধানের গানের সিডির মতো নতুন নতুন সম্পদ এবং স্থানীয় পাঠাগারগুলোতে ভাষা প্রশিক্ষণ কোর্সের মতো সুসংগঠিত কার্যক্রম প্রতিষ্ঠা করছে। | Bei diesen Wiederbelebungsbemühungen spielen vor allem die digitalen Medien und das Internet eine bedeutende Rolle. In diesem Zusammenhang ist das Projekt „Mother Tongue” (dt. |
12 | এগুলোর সবই তরুণ প্রজন্মকে ভাষাটির প্রতি আগ্রহ তৈরি করতে সাহায্য করছে। | : Muttersprache) der öffentlich-rechtlichen Fernsehanstalt ABC Open hervorzuheben. |
13 | ডিজিটাল বিভিন্ন প্রচার মাধ্যম এবং ইন্টারনেটও ভাষাটির পুনর্জন্মের প্রচেষ্টার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। | Bei diesem drehen Ortsgemeinden in Zusammenarbeit mit Videoproduzenten der Australia Broadcasting Corporation (dt. : Australischer Rundfunk) Videos, mithilfe derer die Eingeborenensprache wiederbelebt werden soll. |
14 | “মাতৃভাষা” নামে এবিসি উন্মুক্ত প্রকল্পের একটি অংশ হিসেবে অস্ট্রেলিয়া ব্রডকাস্টিং কর্পোরেশনের ভিডিও প্রযোজকদের সাথে স্থানীয় সম্প্রদায়গুলোর অংশীদারিত্বের ভিত্তিতে আদিবাসী ভাষাগুলোকে নবজীবন দানকে লক্ষ্য করে বিভিন্ন অংশগ্রহণমূলক ভিডিও তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। | Eine dieser Video-Kollaborationen haben der für die Korrawinga Aboriginal Corporation in Hervey Bay arbeitende Linguist Joyce Bonner und der Produzent Brad Marsellos von ABC Open realisiert. In ihrer gemeinsamen Videoproduktion haben sie ein traditionelles Wiegenlied der Butchulla aufgenommen, das von Bonners Mutter gesungen wird. |
15 | হার্ভে উপসাগর এলাকায় অবস্থিত কোরাউইঙ্গা আদিবাসী কর্পোরেশনের একজন কমিউনিটি ভাষাতত্ত্ববিদ জয়েস বোনার এবং এবিসি এর উন্মুক্ত প্রযোজক ব্র্যাড মারসেলস এক সাথে এই ধরনের একটি সহযোগিতামূলক ভিডিও তৈরি করেছেন। | |
16 | তারা বোনারের মায়ের গলায় গাওয়া একটি ঐতিহ্যবাহী বুচুলা ঘুমপাড়ানি গান শেয়ার করে এই ভিডিওটি তাঁরা একত্রে তৈরী করেছেন। সৃষ্টিকর্তার দিকে চোখ তুলে তাকাতে দু'টি ছোট ছোট চোখ | Zwei kleine Augen, die zu Gott schauen Zwei kleine Ohren, die sein Wort hören Eine kleine Zunge, die die Wahrheit sagt Schlaf Kindlein, schlaf Schlaf Kindlein, schlaf Schlaf Kindlein, schlaf |
17 | তাঁর কথা শুনতে দুটি ছোট কান | |
18 | সত্য কথা বলতে একটি ছোট জিহ্বা | |
19 | ঘুমাও ছোট্ট সোনামণি ঘুমাও বুচুলা ভাষার শব্দ ব্যবহার করে শরীরের বিভিন্ন অংশের নাম শেখানোর জন্য আরেকটি ভিডিও তৈরি করতে দলটি সহযোগিতা করেছেঃ | Das Team hat ein weiteres Video gedreht, in dem die Körperteile des Menschen in der Sprache der Butchulla gelehrt werden: |
20 | এই ভিডিওগুলি বুচুলা ভাষাটি পুনরুজ্জীবিত করার বিভিন্ন কৌশলের একটি অংশ। | Diese Videos sind nur ein Teil der Strategie, die Sprache der Butchulla wiederzubeleben. |
21 | বুচুলা ভাষার উত্স এবং বুচুলা ভাষা প্রকল্পের সাফল্যের জন্য তৈরি করা কৌশল সম্পর্কে এখানে বোনার এর দেয়া একটি সাক্ষাত্কার আপনি পড়তে পারবেন। | Lese hier ein Interview mit Bonner über die Ursprünge und das Erfolgsrezept des Butchulla Language Programms. |