# | ben | deu |
---|
1 | যুক্তরাষ্ট্র: কিংবদন্তির কম্পিউটার বিজ্ঞানী ডেনিস রিচি মারা গেছেন | USA: Computer-Legende Dennis Ritchie ist tot |
2 | কম্পিউটার বিজ্ঞানের কিংবদন্তী ডেনিস রিচি ৭০ বছর বয়সে নিউ জার্সির তার বাসায় গত অক্টোবর ৮, ২০১১ তারিখে মারা গেছেন, পিছনে রেখে গেছেন বিশ্ব উন্নয়নের বিশাল এক প্রভাব। | Die Legende der Computerwissenschaft Dennis Ritchie verstarb am 8. Oktober 2011 in seinem Wohnsitz in New Jersey, USA, im Alter von 70 Jahren. |
3 | রিচি সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক ছিলেন, যা সব থেকে বেশী ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা। | Sein Wirken hatte enormen globalen Einfluss. Ritchie entwickelte die Programmiersprache C, eine der weitverbreitetsten Programmiersprachen. |
4 | বুয়িংবুয়িং এর জেনি জারদিন অনুসারে গত ১২ই অক্টোবর প্রথম এই সংবাদ গুগুল+ এর মাধ্যমে জনসমক্ষে জানান কানাডিয় সফটওয়ার প্রকৌশলী রব পাইক। | Laut einer von Xeni Jardin von BoingBoing [en] am 12. Oktober gemachten Aussage, war der kanadische Software-Entwickler Rob Pike via Google+ [en] einer der ersten, der die traurige Nachricht bekanntgab. |
5 | রিচির মতো তিনিও বেল ল্যাবসে তার কাজের জন্য পরিচিত। | Wie Ritchie ist Rob Pike für seine Arbeit in den Bell Labs bekannt. |
6 | তিনি লিখেছেন (টুইটার থেকে একটা সি প্রোগ্রামিং নিয়ে কৌতুক এর উক্তি তুলে ধরে): | Sie schrieb (und zitierte dabei ein Wortspiel auf die Programmiersprache C von Twitter): |
7 | ডেনিস রিচির (১৯৪১-২০১১) খুব বিরল একটি ছবি। | Eines der wenigen öffentlichen Fotos von Dennis Ritchie (1941-2011). |
8 | সূত্র উইকিপিডিয়া (উন্মুক্ত ডোমেইন) | Quelle: Wikipedia (lizenzfrei) |
9 | তিনি সি প্রোগ্রামিং ভাষার মূল উন্নয়নকারী আর ডিজাইনার ছিলেন, আর ইউনিক্স এর উন্নয়নের মূল চালক। | Er war der Konstrukteur und ursprüngliche Entwickler der Programmiersprache C und spielte eine zentrale Rolle bei der Entwicklung von Unix. |
10 | তিনি বেল ল্যাবসে তার অধিকাংশ সময় কাটিয়েছেন। | Er verbrachte einen großen Teil seiner beruflichen Laufbahn bei den Bell Labs. |
11 | ১৯৮৩ সালে তাকে তুরিং পুরষ্কার আর ১৯৯৯ সালে প্রযুক্তির জন্য জাতীয় মেডেল দেয়া হয়। | Im Jahr 1983 wurde er mit dem Turing Award ausgezeichnet und erhielt 1999 die National Medal of Technology. |
12 | “রিচির প্রভাব (স্টিভ) জবসের সাথে প্রতিপক্ষ হিসাবে কাজ করে, কেবলমাত্র এটা কম দেখা যায়,” টুইটারে জেমেস গ্রিমেল্ম্যান জানিয়েছেন। | „Ritchie hat ebenso großen Einfluss wie Jobs; seiner ist nur nicht so sichtbar“, stellte James Grimmelman [en] bei Twitter fest. |
13 | “ তার পয়ন্টার শূন্যতে ছেড়ে দেয়া হয়েছে, তার প্রসেসকে থামিয়ে দেয়া হয়েছে এক্সিট কোড ০ দিয়ে।“ | „Sein Zeiger verweist auf void *; sein Prozess wurde mit dem Rückgabewert 0 beendet. “ |
14 | ট্যাকজেডোর অফিসিয়াল ব্লগ (ওয়েব এপ্লিকেশন শব্দের ক্লাউড তৈরির জন্য) রিচির সেমিনাল পাঠ্যবই ‘দ্যা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ' থেকে শব্দ ব্যবহার করেছে শ্রদ্ধাঞ্জলী হিসাবে একটা শব্দের ক্লাউড তৈরি করতে, আর লিখেছে: | Im offiziellen Blog von Taxgedo [en] (eine Web-Anwendung zum Erstellen von Schlagwortwolken) wurde eine Schlagwortwolke [en] unter Verwendung von Text aus Ritchies bahnbrechendem Lehrbuch “The C Programming language”“ als Tribut erstellt und folgendes geschrieben: |
15 | আজকে আমরা প্রযুক্তির একজন বিশাল লোককে হারিয়েছি। | Wir haben heute einen Technologie-Giganten verloren. |
16 | ডেনিস ম্যাকঅ্যালিস্টার রিচি, ইউনিক্স আর সি প্রোগ্রামিং ভাষার কেন থম্পসনের সাথে সহ- সৃষ্টিকারী, ৭০ বছর বয়সে মারা গেছেন। | Dennis MacAlistair Ritchie, zusammen mit Ken Thompson Entwickler von Unix und der Programmiersprache C, ist im Alter von 70 Jahren verstorben. |
17 | কম্পিউটার শিল্পে রিচি অনেক বড় অবদান রেখেছেন, যা সরাসরি বা পরোক্ষভাবে বিশ্বব্যাপী মানুষের জীবন (উন্নত করতে) প্রভাব ফেলেছে, আপনি তা জানেন বা না জানেন। ওভারক্লক. | Ritchies ungeheuer viele Beiträge zur Computerbranche beeinflussen (verbessern) das Leben der meisten Leute auf der Erde auf direktem oder indirektem Weg, egal, ob sie sich dessen bewusst sind oder nicht. |
18 | নেট নামে বিজ্ঞান আর প্রযুক্তির সংবাদ ফোরামে এন্ডিগোয়াপ নামে একজন মন্তব্যকারী তাকে স্যার আইজ্যাক নিউটনের সাথেও তুলনা করেছেন, যিনি ইতিহাসের একজন বিশিষ্ট পদার্থবিদ আর গণিতবিদ। | Ein Mitglied eines Wissenschafts- und Technologie-Newsforums auf Overclock.net namens Andygoyap [en] verglich ihn in einem Kommentar sogar mit Sir Isaac Newton, einem der bedeutendsten Physiker und Mathematiker der Geschichte. |
19 | আইজাক নিঊটন একবার বলেছিলেন তিনি দৈত্যের কাঁধে দাঁড়িয়ে আছেন। | Isaac Newton meinte einmal, er stünde auf den Schultern von Riesen. |
20 | রিচি একজন দৈত্য ছিলেন যার কাঁধে ভর দিয়ে স্টিভ জবস এর মতো মানুষ দাঁড়িয়ে ছিল। | Dennis Ritchie war ein Riese, auf dessen Schultern Leute wie Steve Jobs standen. …. |
21 | আপনি তাকে চেনেন না? | Sie kennen ihn nicht? |
22 | তিনি সি ল্যাঙ্গুয়েজ এর পিতা, তাকে ছাড়া (উইন্ডোজ, এ্যাপেল) অপারেটিং সিস্টেম থাকতো না; খেলা, প্রোগ্রাম, আপনার এ্যাপেলের অ্যাপস, এন্ড্রয়েড থাকতো না। | Er ist der Vater von C, ohne ihn würden Betriebssysteme (Windows, Apple) nicht existieren; Spiele, Programme, Apps auf Ihrem Apple, Android, wären nicht möglich. |
23 | অনেকে তাকে কম্পিউটার বিজ্ঞানের পিতা বলেন। তার অনেক প্রাপ্তি আছে… | Viele nennen ihn aufgrund seiner vielen bedeutenden Leistungen den Vater der Computerwissenschaft… |
24 | যদি কেউ বেসিক প্রোগ্রামিং না পড়ে থাকেন (যার মধ্যে সংশ্লিষ্ট প্রোগ্রামিং ভাষা হিসাবে সি এর কোন সংস্করণ) তারা হয়তো এমন একজন সংযত আর অন্তর্মূখী মানুষের গুরুত্ব বুঝবেন না। | Für jemanden, der die Grundlagen des Programmierens nicht studiert hat (mit einer C-Version als der ersten objektorientierten Programmiersprache), ist der Einfluss einer solch bescheidenen und aus der Öffentlichkeit zurückgezogen lebenden Person vielleicht schwer nachvollziehbar. |
25 | রিচি না কখনো তার প্রাপ্তি দেখিয়ে বেড়িয়েছেন না কোন ব্যবসায়িক আইকনে পরিণত হয়েছেন। | Ritchie stellte seine Erfolge nicht zur Schau und war auch keine Wirtschaftsikone. |
26 | সব থেকে আধুনিক কম্পিউটার অপারেটিং সিস্টেম যেমন জিএনইউ/ লিনাক্স আর এপেলের ম্যাক ওএস সরাসরি ইউনিক্স থেকে আসে। যে সকল কম্পিউটারে ইউনিক্স বা জিএনইউ/লিনাক্স চলছে তারা মূলত ইন্টারনেটের ভিত্তি প্রদান করে, সার্ভার বা রুটার হিসাবে, বা প্লাটফর্ম হিসাবে যেখানে গুগুল ওয়েব সার্চের মতো অ্যাপ্লিকেশন চালানো যায়। | Die meisten modernen Computer-Betriebssysteme wie GNU/Linux und das Mac OS von Apple stammen direkt von UNIX ab. Computer, auf denen UNIX oder GNU/Linux läuft, stellen die Infrastruktur für das Internet bereit, entweder als Server oder Router, oder als Plattformen, auf denen Anwendungen wie die Google-Websuche laufen. |