# | ben | deu |
---|
1 | সিরিয়া যুদ্ধের ধামা ঢোল আরও জোরালো হচ্ছে | Kriegstrommeln in Syrien werden lauter “Die Revolutionäre von Manbij” in Aleppo, Syrien. |
2 | সিরিয়ার আলেপ্পোতে “দ্যা রেভ্যুলেশনারিজ অফ মানবিজ” কপিরাইটঃ ডেমোটিক্স, ২৩ জুলাই, ২০১৩। | Photo: Dona Bozzi. Copyright Demotix, 23. |
3 | একটি “দন্ড-বিধায়ক” বোমা বর্ষণের জন্য মার্কিন বাহিনী প্রস্তুতি নেওয়ায় সিরিয়াতে যুদ্ধের ঢোল আরো জোরে বেজে উঠেছে। | Juli 2013. Die Kriegstrommeln werden lauter, nachdem sich die USA auf einen Bombenangriff als “Strafaktion” gegen Syrien vorbereiten. |
4 | অনলাইনে এক রাতের মধ্যে সবাই সিরিয়া বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছে। | Im Internet sind über Nacht alle zu Syrienexperten geworden. |
5 | ফিলিস্তিনের অধিবাসী ইয়াদ এল-বাগদাদি খেয়াল করেছেনঃ | Der Palästinenser Iyad El-Baghdadi stellt fest: |
6 | এটা কি খুব হাস্যকর নয় ? যখন সিরিয়ার জনগনের ভয়ঙ্কর দুর্ভোগের সময় হল আর তখনই কীভাবে যেন হঠাৎ সবার বিবেক জেগে উঠলো ! | Ist es nicht unglaublich wie jedermanns Gewissen plötzlich erwacht ist, sobald es um das schreckliche Leiden des syrischen Volkes geht? |
7 | সিরিয়ার মোহজা খাফ বলেছেন তিনি এই যুদ্ধের বিপক্ষে। | Die Syrerin Mohja Khaf sagt, daß sie gegen den Krieg ist. |
8 | তিনি কারন দেখিয়ে বলেছেনঃ | Sie argumentiert: |
9 | সিরিয় বিপ্লবের তৃণমূল নারী ও পুরুষেরা আমার অক্ষ। | Meine Achse sind Frauen& Männer der syrischen Volksbewegung. |
10 | একটি স্বাধীন গণতান্ত্রিক #সিরিয়া প্রতিষ্ঠার জন্য তাঁদের বৈধ সংগ্রামকে মার্কিন হামলা সহায়তা করবে না। | US-amerikanische Angriffe werden ihnen in ihrem Kampf um ein freies, demokratisches Syrien (#Syria) [en] nicht helfen. |
11 | মার্কিন হামলায় কোন জাদুর বুলেট ব্যবহার করা হবে না যা #সিরিয়ার কসাইকে উৎখাত করবে এবং আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে। | US-Angriffe sind keine Wunderwaffe, die den Schlachter aus Syrien (#Syria) [en] einfach ausschalten und den Tag retten. |
12 | সিরিয়ার মানবতার সংকটের কোন প্রার্থনা প্রসূত উত্তর মার্কিন হামলা দিতে পারবে না - এটির অর্থ হচ্ছে আরও বেসামরিক মানুষের মৃত্যু যন্ত্রণা। | Ein US-Angriff ist keine Gebetsantwort auf die syrische humanitäre Katastrophe- er bedeutet weitere Qualen für die Bevölkerung. |
13 | #সিরিয়া | (#Syria)[en] |
14 | এবং তিনি আরও বলেছেনঃ | Und sie fügt hinzu: |
15 | #সিরিয়াতে আসন্ন মার্কিন হামলায় কেউ কি অবস্থায় থাকবে তা কোন বিষয় নয়, আসাদ সিরিয়ার বেসামরিক জনগণের জীবন ভয়াবহভাবে তছনছ করে দিয়েছে, যা কেউ অস্বীকার করবে না। | Lasst niemanden die schrecklichen Massaker Assads an der syrischen Zivilbevölkerung leugnen, unabhängig von dessen Einstellung zu den bevorstehenden US-Angriffen #Syria |
16 | কাহফ আমাদের মনে করিয়ে দিয়েছেনঃ | Kahf erinnert uns: |
17 | #সিরিয়াতে মার্কিন হামলায় আপনার অবস্থা কি হয়, সেটা কোন বিষয় নয়। এটা অস্বীকার করবেন না সিরিয়ার তরুণেরা প্রকৃত তৃণমূল বিপ্লব ঘটাতেই রাজপথে নেমেছে। | Unabhängig von eurer Position zu den US-Angriffen auf Syrien, STREITET NICHT AB, daß junge Syrer in einer echten REVOLUTION auf die Straße gegangen sind. |
18 | খোদা মাফ করো। | Verdammt nochmal. |
19 | এবং সিরিয়ার আমল হানানো আরও বলেছেনঃ | Und der Syrer Amal Hanano fügt an: |
20 | অনুস্মারক: স্লোগান দেয়ার কারনে সিরিয়ার কয়েক হাজার লোককে মেরে ফেলা হয়েছেঃ জনগন শাসনতন্ত্রকে উপর থেকে নিচে নিক্ষেপ করতে চায়। | Zur Erinnerung: Tausende Syrer sind umgebracht worden wegen ihrer Ausrufe: das Volk will das Regime stürzen. |
21 | #সিরিয়া | #Syria |
22 | বিভিন্ন দেশের দ্বিগুণ চাপ প্রয়োগের কারনে সিরিয়ার মায়সালুন বেশ হতবাকঃ | Der Syrer Maysaloon ist verwundert über die zweierlei Maß, mit denen von verschiedenen Ländern gemessen wird: |
23 | সৌদ আল ফয়সাল বলেছেন, আসাদের বিষাক্ত গ্যাস ব্যবহার সহ্য করা যাবে না। | Saud al Faisal sagt, daß Assads Einsatz von Giftgas nicht toleriert werden kann. |
24 | কিন্তু মজার ব্যাপার হল, সাদ্দাম যখন ব্যবহার করেছিলেন, তখন তাঁরা কিছু মনে করেননি। | Lustigerweise hat es ihnen nichts ausgemacht, als Saddam es eingesetzt hat. |
25 | #পিটি #পটকেটলব্ল্যাক | #Pt #PotKettleBlack |
26 | এবং দিমা খাতিব [আরবি] বলেছেনঃ | Und Dima Khatib fügt hinzu [ar]: |
27 | কেউ যদি আমেরিকানদের বিশ্বাস না করে, তবে শুধুমাত্র এই কারনে এটা প্রমানিত হয় না যে, সে আসাদের শাসনতন্ত্রের সমর্থক। | Nur weil jemand den Amerikanern nicht vertraut, bedeutet das nicht, daß er für das Assad-Regime Partei ergreift. |
28 | বুদ্ধিবৃত্তিক সন্ত্রাসের চর্চা বন্ধ করুন। স্বাধীনতার জন্য যুদ্ধের নামে অন্যদের ধ্বংস করা বন্ধ করুন। | Hört auf, intellektuellen Terrorismus auszuüben und andere im Namen des Friedenskampfes auszulöschen. |
29 | মাইকেল হান্নার মতে সিরিয়াতে এই যুদ্ধ কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারেঃ | Michael Hanna ist der Meinung, daß ein Krieg in Syrien Jahre dauern könnte: |
30 | যদি সিরিয়া নিয়ে আমরা গুরুগম্ভীর আলোচনা করতে চাই, তবে আমাদের এটা বুঝে আগানো উচিৎ হবে যে সাম্প্রতিক গোলা-গুলি নিয়ে এই যুদ্ধ কয়েক বছর স্থায়ী হবে। | Wenn wir eine ernsthafte Diskussion über Syrien haben möchten, sollten wir damit anfangen, uns klarzumachen, daß dieser Krieg, auf derzeitigem Kurs, Jahre dauern wird. |
31 | বাহরাইন থেকে আলী আল সাইদ টুইট করেছেনঃ | Der Schriftsteller Ali Al Saeed twittert aus Bahrain: |
32 | পৃথিবীর দুষ্ট স্বৈর শাসককে দেয়া #ওবামা - র বার্তাঃ যতক্ষন না আপনি রাসায়নিক অস্ত্র ব্যবহার করছেন, ততক্ষন আপনার জনগনকে জবাই করাই উত্তম। | #Obamas Botschaft an die fiesen Diktatoren dieser Welt: es ist cool, euer Volk abzuschlachten, solange ihr keine chemischen Waffen dabei verwendet. |
33 | #সিরিয়া #আসাদ | #Syria #Assad |
34 | আগের একটি টুইটে তিনি অবাক হয়ে বলেছেনঃ | In einem früheren Tweet fragt er sich: |
35 | ১ লক্ষ লোককে হত্যা করা এবং ২ মিলিয়ন লোককে বাস্তুহারা করা কীভাবে মেনে নেওয়া হয়। আর ১ হাজার লোকের ওপর বিষাক্ত গ্যাস ব্যবহারের কারনে সামরিক হামলা ? | Wie kann das Töten von 100000 und die Vertreibung von 2 Millionen Menschen in Ordnung sein, aber der Einsatz von Giftgas an 1000 einen Militärschlag erfordern? |
36 | #সিরিয়া #সিরিয়াক্রাইসিস | #Syria #SyriaCrisis |
37 | আলী দাহমাশ জর্ডানের রাজধানী আম্মানে মার্কিন দূতাবাসের বাইরে একটি যুদ্ধ বিরোধী সমাবেশ হতে দেখেছেনঃ | In Amman, der Hauptstadt Jordaniens, hat Ali Dahmash eine Anti-Kriegsdemonstration vor der US-Botschaft miterlebt: |
38 | এইমাত্র #আম্মানের মার্কিন দূতাবাস অতিক্রম করলাম এবং সেখানে প্রায় ১ শত লোক #সিরিয়া - তে ওবামার বোমা বিস্ফোরনের সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। | Bin gerade an der US-Botschaft in #Amman vorbeigekommen, und es waren einige Hundert Menschen dort, um friedlich gegen Obamas Entscheidung zu demonstrieren, Syrien zu bombardieren. |
39 | #জর্ডান #জো | #Syria - #Jordan #Jo |
40 | ধারাভাষ্যকার মার্ক লিঞ্চ আরও বলেছেনঃ | Der Nahost-Experte Marc Lynch fügt hinzu: |
41 | ওবামা প্রশাসনের সিরিয়া যুদ্ধে ঢোকার সবচেয়ে দুঃখের অংশটি হচ্ছে, তাঁদেরকে আমি একই তর্ক-বিতর্ক ফলদায়কভাবে সশব্দে দুই বছর ধরে ফেরি করে বেড়াতে দেখছি। | Am traurigsten ist es, mitanzusehen, wie die Obama-Regierung den Krieg in Syrien vorantreibt und dabei mit den gleichen Argumenten hausieren geht, die sie über zwei Jahre hinweg erfolgreich niedergeschmettert hat. |
42 | একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের ধারাভাষ্যকার সুলতান আল কাসেমি জিজ্ঞেস করেছেনঃ | Währenddessen fragt Kommentator Sultan Al Qassemi aus den Vereinigten Arabischen Emiraten : |
43 | উপসাগরীয় রাষ্ট্রগুলো (২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১২৩ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র কিনেছে) এবং তুরস্ক (ন্যাটো বাহিনীর দ্বিতীয় বৃহত্তম সেনা বাহিনী) কেন তাঁদের সিরিয়া যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে ? | Warum lagern die Golfstaaten (Waffenkäufe aus den USA 2010 im Wert von $123B) & die Türkei (die zweitgrößte Armee der Nato) ihren Syrienkrieg in die USA aus? |
44 | এবং মিশর থেকে জনাব এনট্রপি বলেছেন, এ যুদ্ধের জরিমানা হতে যাচ্ছে দ্বিধান্বিতঃ | Und es ist in Ordnung, verwirrt zu sein, sagt Ms. Entropy aus Ägypten: |
45 | #সিরিয়া - তে তাৎক্ষনিক অনেক বিশেষজ্ঞের মতো, আমার অজ্ঞতাকে দমন করতে আমি এ বিষয়টি সম্পর্কে খুব অল্পই জানি - তবে আমি যতটুকু জানি ততোটুকুই আমার হৃদয় ভেঙ্গে দেওয়ার জন্য যথেষ্ট। | Anders als viele der momentanen Syrienexperten, weiß ich nur soviel vom Kontext, um meine eigene Unkenntnis zu verstehen - dies allein reicht aus, um mir das Herz zu brechen. #Syria |