Sentence alignment for gv-ben-20150519-48785.xml (html) - gv-deu-20150518-28558.xml (html)

#bendeu
1জন্মনিয়ন্ত্রণের উপাদান সামগ্রী পাওয়ার অধিকার নিয়ে আঁকা কার্টুনের কারণে আতেনা ফারঘাহদানিকে আজ ইরানে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথাAtena Farghadani steht morgen im Iran wegen ihrer Karikaturen zum Zugang zu Verhütungsmitteln vor Gericht
2১৯ মে মঙ্গলবার, আতেনা ফারঘাহদানিকে এক শুনানির জন্য আদালতে হাজির করার কথা, যার বিরুদ্ধে অভিযোগ সংসদ সদস্যদের অপমান করা এবং প্রচলিত প্রথার বিরুদ্ধে প্রচারণা চালানো।Atena Farghadani steht am Dienstag, dem 19. Mai ,mit Anklagen wie der Beleidigung von Parlamentsmitgliedern sowie Propagandaverbreitung gegen das System vor Gericht.
3ছবি আতেনাকে মুক্ত কর (ফ্রি আতেনা) নামক ফেসবুক পাতা থেকে নেওয়া হয়েছে।‘Free Atena' Facebookseite.
4একটিভিস্ট এবং শিল্পী আতেনা ফারঘাহাদানির মামলার শুনানী আজ ১৯ মে মঙ্গলবারে অনুষ্ঠিত হওয়ার কথা, যাকে ইরান সরকারের বিরুদ্ধে কার্টুন আঁকার জন্য আদালতে কাঠ গড়ায় দাঁড়াতে হচ্ছে।Die Aktivistin und Künstlerin Atena Farghadani ist am Dienstag, dem 19. Mai, vor Gericht geladen, um sich wegen Karikaturen zu verantworten, deretwegen ihr Kritik an der iranischen Regierung vorgeworfen wird.
5২৮ বছর বয়স্ক আতেনার বিরুদ্ধে প্রচলিত মতের বিরুদ্ধে প্রচারণা চালানোঃ তৈলচিত্র অঙ্কনের মধ্যে দিয়ে সংসদ সদস্য এবং সর্বোচ্চ নেতাকে অপমান করার অভিযোগ আনা হয়েছে।Der 28-jährigen drohen Strafen wegen Propagandaverbreitung gegen das System, Beleidigung von Parlamentsmitgliedern durch Zeichnungen und Beleidigung des Obersten Führers.
6অঙ্কিত যে চিত্রের কারণে আতেনাকে গ্রেফতার করা হয়, সেটিতে ইরানের সংসদ সদস্যদের পশু হিসেবে চিত্রিত করা হয়েছে, যারা জন্মনিয়ন্ত্রণ সামগ্রী হাতের নাগালে পাওয়ার প্রতি নিষেধাজ্ঞা আরোপ এবং স্বেচ্ছায় স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণকে অপরাধ হিসেবে চিহ্নিত করে আনা আইনে ভোট দিয়েছে, যে আইন নারী অধিকার দারুণ ভাবে ক্ষুণ্ণ করবে।Die Zeichnung, die zu ihrer Verhaftung geführt hat, zeigt Mitglieder des iranischen Parlaments als Tiere, die für das Gesetz stimmen, welches den Zugang zu Verhütungsmitteln einschränkt und freiwillige Sterilisation als Straftat einstuft und damit die Frauenrechte stark beschneidet.
7আগস্ট ২০১৪-এ তাকে প্রথম গ্রেফতার করা হয়, এরপর তাকে বেশ দীর্ঘ সময় ইভিন কারাগারের একটা নির্জন কামরায় রাখা হয়।Zu ihrer erstmaligen Verhaftung kam es im August 2014, als sie im Evin-Gefängnis für ausgedehnte Phasen in Einzelhaft gehalten wurde.
8একই বছরের ডিসেম্বর মাসে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু কারাগারের প্রহরীদের দুর্ব্যবহারের ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা করার কারণে তাকে আবার আটক করা হয়।Im Dezember kam sie frei, wurde jedoch erneut festgenommen, nachdem sie sich öffentlich zu ihrer Misshandlung durch das Gefängnispersonal geäußert hatte.
9আতেনার কার্টুনে ইরানের সংসদ সদস্যদের পশু হিসেবে আঁকা হয়েছে যারা স্বেচ্ছায় স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অথবা ভ্যাসেকটমি গ্রহণ নিষিদ্ধ আইনের পক্ষে ভোট দিয়েছে।Athenas Karikatur, die Mitglieder des iranischen Parlaments als Tiere darstellt, die für das Verbot von freiwilliger dauerhafter Verhütung oder Vasektomien stimmen. Foto von der ‘Free Atena' Facebookseite.
10চিত্রটি নেওয়া হয়েছে আতেনাকে “মুক্ত কর নামক” (ফ্রি আতেনা) ফেসবুক পাতা থেকে। দ্বিতীয় বার আটক করার পর আতেনা কারাগারের বাজে অবস্থার বিরুদ্ধে এক অনশন ধর্মঘট শুরু করে।Drei Wochen nach ihrer ersten Haft trat Atena in einen Hungerstreik, um gegen die schlechten Bedingungen im Gefängnis zu protestieren, wie ihr Anwalt Amnesty International berichtete.
11তার আইনজীবী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে জানিয়েছে যে এই ঘটনার প্রেক্ষিতে সে হৃদরোগে আক্রান্ত হয় এবং ফেব্রুয়ারি মাসে একেবারে চেতনা হারিয়ে ফেলে।Dies führte im Februar zu einer Herzattacke und einem kurzen Verlust des Bewusstseins.
12অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংবাদ প্রদান করেছে যে এরপর আতেনাকে অন্য এক কারাগারে নিয়ে যাওয়া এবং বর্তমানে সে তার অনশন ধর্মঘট স্থগিত রেখেছে, তবে এথেনার আইনজীবী তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।Amnesty International hat berichtet, dass Atena daraufhin in ein anderes Gefängnis verlegt wurde und ihren Hungerstreik beendet hat, aber ihre Anwälte zeigen sich weiterhin besorgt über ihren Gesundheitszustand.
13অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেতৃত্বে এখানে এই বিষয়ে এক কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে, এদিকে স্যোশাল মিডিয়ায় সমর্থন এবং সচেতনতা বৃদ্ধির জন্য “আতেনাকে মুক্ত কর” (#ফ্রিআতেনা) নামক হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।Amnesty International ruft hier zu einer Aktion auf, während der Hashtag #freeAtena verwendet wird, um in den sozialen Netzwerken zu Unterstützung aufzurufen und Aufmerksamkeit auf das Thema zu lenken.