Sentence alignment for gv-ben-20110814-19366.xml (html) - gv-deu-20110817-3434.xml (html)

#bendeu
1বিশ্বঃ ১১-১১-১১ তারিখে, বিশ্বকে আপনার জীবন কাহিনী জানানWelt: Lass die Welt am 11.11.2011 an deinem Leben teilhaben
2এই পোস্টটি বিশ্ব উন্নয়ন-২০১১ উপলক্ষ্যে তৈরি করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3১১ নভেম্বর, ২০১১ তারিখে আপনি কি করতে যাচ্ছেন?Dieser Beitrag ist Teil unserer Sonderberichterstattung Global Development 2011.
4১১ইলেভেনপ্রজেক্ট এর মাধ্যমে বাকি বিশ্বকে এই দিনের ঘটনা জানান এবং জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল বা এমডিজি) অর্জনে সাহায্য করুন!
5আপনার জীবন এবং জগতের চারপাশ সম্বন্ধে আমাদের কিছু বলুন। আপনার কাহিনী আমাদের কাছে গুরুত্বপুর্ণ, তাই ১১.[Sofern nicht anders gekennzeichnet, führen alle Links in diesem Artikel zu englischsprachigen Seiten.]
6১১.২০১১ তারিখে আমাদের সাথে যোগ দিন এবং কিছু তথ্য ধারণ করে রাখুন।Was wirst du am 11.11.2011 tun?
7১১. ১১.২০১১ বা ১১ নভেম্বর ২০১১ তারিখের পর-আপনাকে ছবি, চলচ্চিত্র অথবা অডিওতে ধারণ করা কাহিনী জমা দিতে বলা হবে।Lass den Rest der Welt mit Hilfe des 11Eleven-Projekt teilhaben und unterstütze so das Erreichen der UN Millenniumsentwicklungsziele!
8আর এই সব বিষয়কে আমরা তিনটা আলাদা বিশেষ প্রকল্পে বিভক্ত করব।Erzähl uns etwas über dein Leben und die Welt um dich herum.
9এর একটি হবে ছবি সম্বলিত বই, একটি হবে বিশ্বের বিভিন্ন সঙ্গীতের সংগ্রহ, এবং একটি তথ্যচিত্র তৈরি করা হবে।Deine Geschichte ist uns wichtig, also schließ dich uns am 11.11.2011 an und drücke ‘Aufnahme'.
10এই উদ্যোগের মধ্যে দিয়ে যে অর্থ সংগ্রহ করা হবে তা সেই সব সাহায্য সংস্থার কাছে যাবে যারা জাতিসংঘের ৮টি সহস্রাব্দের ৮ টি নির্ধারিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করছে।Reiche dein Foto, Video oder Audiobeitrag nach dem 11.11.2011 online ein, damit wir es in eines von drei Projekten - ein Fotobuch, eine Musiksammlung und einen Dokumentarfilm - einbeziehen können.
11১১-১১-১১ ক্রিয়েটিভ মাইন্ড ইউনিট - আর মাত্র তিন মাস বাকি!Der Erlös der Projekte wird Wohltätigkeitsorganisationen zugutekommen, die mit ihrer Arbeit das Erreichen der 8 UN-Millenniumsziele fördern.
12ইউটিউবের এই ভিডিওটি ১১ ইলেভেনপ্রজেক্টের11-11-11 Creative Minds Unite - 3 months to go!
13১১ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রকল্পের জন্য আপনি যোগ দিতে পারেন (সাইন আপ) এবং এর সাথে যুক্ত হবার জন্য নিজের নাম নিবন্ধন করতে পারেন, এর জন্য আপনাকে ১১ নভেম্বরে আপনার জীবনের খানিকটা অংশ, চলচ্চিত্র, ছবি অথবা সঙ্গীতের মাধ্যমে তুলে ধরতে হবে।Seit dem 11. August kannst du dich für das Projekt anmelden und daran teilzunehmen , indem du einen Teil deines Lebens am 11. November, per Foto, Video oder Musik, mit dem Rest der Welt teilst.
14এছাড়া এই বার্তাটি ছড়িয়ে দেবার জন্য আপনি আপনার শহরের একজন দূত হিসবে কাজ করতে পারেন এবং এই প্রকল্পে আপনার সম্প্রদায়ের কণ্ঠস্বর যাতে যুক্ত হয় সে বিষয়টি নিশ্চিত করতে পারেন।Du kannst dich außerdem als Botschafter anmelden und das Projekt in deiner Stadt bekannt machen, damit auch deine Gemeinde eine Stimme bekommt. Verfolge das 11Eleven-Projekt auf Facebook und Twitter, um dich über Neuigkeiten auf dem Laufenden zu halten.
15ফেসবুকে এবং টুইটারে আপনি ১১ইলেভেন প্রজেক্টকে অনুসরণ করতে পারেন, যাতে উক্ত প্রকল্পের দৈনন্দিন কার্যকলাপের তাজা সংবাদ জানতে পারেন।Am 11. November 2011 kannst du dann dein Handy, Kamera, Rekorder oder Computer zücken und einen wichtigen Teil deines Tages in der Sprache deiner Wahl dokumentieren.
16এরপর ১১ নভেম্বর, ২০১১-এ (১১/১১/১১) আপনার কম্পিউটার, মোবাইল ফোন, ক্যামেরা, অথবা অডিও রেকর্ডার নিয়ে বের হয়ে পড়েন এবং আপনার জীবনের একটি অর্থপূর্ণ অংশকে ধারণ করুন।Reiche dein Video, Foto oder deine Musik nach dem 11. November bei uns ein, damit das 11Eleven-Projektteam das Material zu einem einzigen Film zusammenschneiden kann; die Dokumentation wird am 21.
17আর এটা যে কোন ভাষায় করতে পারেন।September 2012, dem UN Weltfriedenstag, vorgeführt.
18১১ নভেম্বর এর পরে আপনার ভিডিও, ছবি অথবা সঙ্গীত জমা দিন এবং ১১ ইলেভেন-এর টিম এটিকে একটা ছবিতে পরিণত করবে।Gemeinsam mit dem 11Eleven-Projekt möchte Global Voices mehr Bewusstsein für die UN-Millenniumsentwicklungsziele (MDGs) schaffen.
19২১ সেপ্টেম্বর, ২০১২ তারিখে বিশ্ব শান্তি দিবসে জাতিসংঘে এই তথ্যচিত্র প্রদর্শিত হবে। জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে (এমডিজিএস)১১ইলেভেন প্রজেক্ট এর গ্লোবাল ভয়েসেস এক অংশীদার।Im November, genauer am 11.11.11, laden wir die Bürger der Welt dazu ein, mit Hilfe von Fotos, Videos, Audiobeiträgen und Blogposts ein gemeinsames Portrait der Menschheit zu gestalten.
20১১ নভেম্বর ২০১১, বা ১১/১১/১১ তারিখে আমরা বিশ্বের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা মানবতাকে নির্মাণ করার ক্ষেত্রে আমাদের সাথে যুক্ত হউন।
21এই দিনে ছবি, চলচ্চিত্র, অডিও বা ব্লগপোস্টের মাধ্যমে মানবিক বিষয় তুলে ধরুন। এখানে মুল যে বিষয়টি হচ্ছে নিজেকে উপস্থাপন করা।Dabei müssen die Beiträge nicht in Zusammenhang mit den MDG's stehen, das wichtigste ist, dass es DICH repräsentiert.
22আপনি ৮টি উন্নয়ন চ্যালেঞ্জ বিষয়ে আরো পাঠ করতে পারেন এবং আমাদের বিশেষ পাতায়, আর কি ভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যায সে বিষয়ে লিখতে পারেন।Mehr Informationen über die 8 Millenniumsziele sowie die Maßnahmen um diese im Jahr 2015 zu erreichen findest du auf unserer Sonderseite.
23এ ছাড়া আমারা “আগামী ১০০ বছর পর আমরা বিশ্বকে কি ভাবে দেখতে চাই, এই বিষয়ে ব্লগ লেখার জন্য সবাইকে উৎসাহিত করছি। এখানে এমডিজিকে গুরুত্ব দিয়ে বিষয়টি লিখতে হবে।Außerdem ermutigen wir jeden über das Thema “Wie ich mir die Welt in 100 Jahren wünsche” mit Bezug auf die MDG's zu bloggen.
24সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল) -এর সাথে লিঙ্ক যুক্ত করুন এবং আমরা আপনার ব্লগ পোস্টের পাতাকে সেখানে যুক্ত করব।Wenn du dich zudem mit unserer Seite zu den Millenniumsentwicklungszielen verlinkst, können wir deinen Beitrag auch dort auflisten.
25কাজে ১১/১১/১১ তারিখে মানবতার জন্য আমাদের সাথে যুক্ত হউন ।Mach mit um gemeinsam am 11.11.11 die Menschheit zu feiern.