Sentence alignment for gv-ben-20120722-28876.xml (html) - gv-deu-20120718-10134.xml (html)

#bendeu
1বুলগেরিয়াতে ইজরায়েলি পর্যটক বাসে আক্রমণAngriff auf israelischen Touristenbus in Bulgarien
2বুলগেরিয়ার বুরগাস বিমানবন্দরে পর্যটক বাসে ইজরায়েলি যুবকদের উপর আক্রমণে কমপক্ষে সাত জন নিহত।Mindestens sieben Menschen starben in einem Angriff auf israelische Jugendliche [en] in einem Reisebus am Flughafen Burgus in Bulgarien.
3প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে সম্ভবত বাসের কাছে থাকা অথবা বাসে উঠে কোন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণটি পরিচালনা করেছিল।Berichte behaupteten, dass der Angriff wahrscheinlich von einem Selbstmordattentäter durchgeführt wurde, der entweder in der Nähe des Busses oder darin war.
4এনআরজি'র ভাষ্যমতে একজন মহিলা আত্মঘাতী বোমা হামলাকারী বাসের সামনে দাঁড়িয়ে বোমাটি সক্রিয় করেছিল।Laut nrg [he], stand eine Selbstmordattentäterin in der Nähe der Vorderseite eines der Busse und brachte die Bombe zur Explosion.
5সর্বশেষ: @বারাকরাভিদ:UPDATE: @BarakRavid:
6বুলগেরিয়ার পররাস্ট্রমন্ত্রী (ইজরায়েলি) পররাস্ট্রমন্ত্রী লিবারম্যানকে বলেছেন তদন্তে জানা গিয়েছে বাসের মধ্যে ট্রাংকে লুকানো একটি বোমা বিস্ফোরণটি ঘটিয়েছে।Der bulgarische Außenminister sprach mit dem [israelischen] Außenminister Liberman und erzählte ihm, dass die Untersuchung ergab, dass die Explosion durch eine Bombe verursacht wurde, die im Kofferraum des Busses versteckt war.
7ইস্রায়েলি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু বলেছেন যে “সমস্ত লক্ষণই ইরানকে নির্দেশ করে” এবং ইজরায়েল কড়াভাবে জবাব দিবে।Der israelische Premierminister sagte, dass “alle Zeichen zeigen auf den Iran” [he] und dass Isreal heftig reagieren wird.
8@রুসলানট্রাদ:@ruslantrad:
9বিটিভি বুলগেরিয়াতে ইস্রায়েলি পর্যটকদের বিরুদ্ধে আক্রমণের ছবি দেখাচ্ছেbTV zeigt Fotos des Angriffes gegen die israelischen Touristen in Bulgarien
10ঘটনাটির প্রত্যক্ষদর্শী ইস্রায়েলি (নাগরিক) শশী বলেছেন:Shoshi, ein Israeli, die die Explosion sah, sagte [he]:
11আমরা অভিবাসন পেরিয়ে বিমানবন্দরের বাইরে রাখা বাস #৪-এ উঠি।Wir gingen durch die Passkontrolle und bestiegen den Bus Nr. 4 außerhalb des Flughafens.
12আমরা আমাদের ব্যাগগুলো রাখার দুই মিনিট পর বাস #২টি জ্বলে উঠে।Wir verstauten unsere Taschen und nach zwei Minuten ging Bus Nr. 2 in Flammen auf.
13আমাদেরকে খালি করে একটি নিরাপদ কক্ষে নিয়ে যাওয়া হয়।Wir wurden in einen sicheren Raum evakuiert.
14তার ছেলে যোগ করেন:Ihr Sohn fügte hinzu:
15যাত্রীদের মৃতদেহগুলো মাড়িয়ে না যাওয়ার জন্যে বেঁচে যাওয়া বাস থেকে লাফিয়ে নামতে হয়েছে।Überlebende im Bus mussten aus dem Bus springen, sodass sie nicht auf Körper traten.
16আমরা বাসটি দেখেছি, একজন ইজরায়েলি এর একটি ছবি নিয়েছে।Wir sahen den Bus, ein Israeli machte ein Foto.
17আমরা এর ট্রাংকটি বিস্ফোরিত হতে দেখেছি।Wir sahen, wie der Kofferraum explodierte.
18আমরা দ্রুত টার্মিনালের ভিতরে ছুটে গিয়েছি।Wir wurden schnell ins Terminal gebracht.
19পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যান তার ফেসবুক পৃষ্ঠায় পোস্ট করেছেন:Der Außenminister Avigdor Liberman veröffentlichte auf seiner Facebookseite [he]:
20আমি কেবলি বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নিকোলে মালদেনভের সঙ্গে বিস্ফোরণটি নিয়ে কথা বলেছি।Ich sprach gerade mit dem bulgarischen Außenminister Nikolay Mladenov über die Explosion.
21মালদেনভ ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এবং সেখানে পৌঁছেই আমাকে সর্বশেষ জানাবেন।Mladenov ist auf dem Weg zum Flughafen und wird mich auf dem Laufenden halten, wenn er dort ankommt.
22@মকডসংবাদ থেকে টুইট দাবি করেছে:Ein Tweet von @MokedNews [he] behauptet:
23বুলগেরিয়ার আক্রমণটিতে নিহতদের মধ্যে একজন বুলগেরীয় পর্যটিন গাইড ছিলেন যিনি বিস্ফোরণের সময় ইজরায়েলি পর্যটকদের সঙ্গে ছিলেন।Einer derjenigen, die bei dem bulgarischen Angriff getötet wurden, ist ein bulgarischer Reiseführer, der bei den israelischen Touristen als die Explosion geschah.
24(উৎস: বুলগেরীয় টিভি)(Quelle: Bulgarisches Fernsehen)
25হারেৎজে হিব্রু ভাষায় (আরও ঘন ঘন আপডেটসহ) এবং ইংরেজী ভাষায় চমৎকার সরাসরি ব্লগ কাভারেজ।Exzellente Live-Berichterstattung der Haaretz auf Hebräisch (regelmäßigere Updates) und auf Englisch.
26সরাসরি আপডেট অনুসরণ করার জন্যে বিভিন্ন টুইপ: @বারাকরাভিদ - কূটনৈতিক সংবাদদাতা, হারেৎজে সংবাদপত্র @রুসলানট্রাদ - সিরিয়ান-বুলগেরিয়ান ব্লগার ও মেনা (মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা) বিশ্লেষক @মকডসংবাদ - ইজরায়েলি সংবাদ যোগানTwitterer die livetwittern: @BarakRavid - Diplomatischer Korrespondent der Haaretz @ruslantrad - Syrisch-bulgarischer Blogger, MENA-Experte @MokedNews - Israelischer Nachrichten-Feed