Sentence alignment for gv-ben-20110130-15226.xml (html) - gv-deu-20110129-2750.xml (html)

#bendeu
1মিশর: নিষেধাজ্ঞা উপেক্ষা করে নাগরিকদের তোলা ভিডিও প্রকাশ করা সম্ভব হয়েছেÄgypten: Videos umgehen Blockade Dieser Bericht ist Teil unserer Sonderberichterstattung Ägypten Proteste 2011.
2এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3মিশরে চলতে থাকা বিক্ষোভের প্রেক্ষাপটে ইন্টারনেট এবং মোবাইল ফোন সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে মিশরের নাগরিকদের পক্ষে সেখানে আসলে কি ঘটছে, তা বাকি বিশ্বকে জানানো কঠিন হয়ে পড়েছে, তারপরেও কয়েকজন নাগরিক এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাদের ভিডিও প্রকাশ করতে সক্ষম হয়েছে।Obgleich die Internet- und Mobilphone-Schließungen während der Proteste es für die Menschen in Ägypten schwieriger gemacht haben dem Rest der Welt zu zeigen, was hier passiert, ist es einigen von ihnen gelungen ihre Videos zu verschicken. Beide Videos zeigen, wie die Polizei vor den Demonstranten zurückweicht, die sie zahlenmäßig klar übertrifft.
4এই দুটি ভিডিও প্রদর্শন করছে কি ভাবে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের কাছ থেকে দুরে সরে যায়, যারা সংখ্যা তাদের চেয়ে অনেক বেশি ছিল, এর সাথে যুক্ত হয় সামরিক বাহিনীর সদস্যের অপ্রত্যাশিত আচরণ: সরকার যাদের রাস্তায় নেমে পড়ার আদেশ দিয়েছিল। সেনাবাহিনীকে দেখে মনে হচ্ছিল না যে, তারা কারফিউ বলবৎ করতে আগ্রহী, এবং জনতা তাদেরকে দেখে উল্লাস ধ্বনি দিচ্ছিল।Wenn man dann noch das unerwartete Verhalten der Armee betrachtet: sie gingen auf Befehl der Regierung auf die Straße, sie schienen den deklarierten Ausnahmezustand nicht durchsetzen zu wollen und ihnen wurde von den Demonstranten zugejubelt, so scheint dies anzudeuten, dass die Armee in diesem Kampf nicht gegen die Menschen sind.
5দেখে মনে হচ্ছে যে সামরিক বাহিনী এই আন্দোলনে জনতার বিপক্ষে নয়।
6প্রথম ভিডিওতে কায়রোর কাসর আল নিল সেতুর দৃশ্য দেখা যাচ্ছে। সেখানে দাঙ্গা পুলিশ এবং প্রতিবাদকারীরা সেতুর মাঝখানে মুখোমুখি হয়েছে।Erstens, ein Blick auf die Kasr Al Nil Brücke in Kairo, wo Bereitschaftspolizei und Demonstranten auf der Mitte der Brücke frontal zusammenstoßen und Tränengas beim Rückzug der Polizisten abgefeuert wird:
7কাঁদানে গ্যাস ছুড়ে সশস্ত্র পুলিশ বাহিনী পিছু হটে যাচ্ছে:http://www.youtube.com/watch?
8http://www.youtube.com/watch?v=-VorMWFePpY
9v=-VorMWFePpY এবং পরবর্তী এই ভিডিওতে কায়রো শহরের কেন্দ্রস্থলের রাস্তাগুলোতে একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।Und in diesem nächsten Video geschieht das gleiche im Zentrum von Kairo auf Straßenhöhe.
10এখানে আমরা বিক্ষোভকারীদের দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের সাথে দাঙ্গা পুলিশের সংঘর্ষের প্রাক মুর্হূতের দৃশ্য দেখতে পাচ্ছি, যা পরবর্তীতে এক দাঙ্গায় রুপান্তরিত হয়।Wir erhalten hier einen Eindruck aus einer persönlichen Perspektive von dem Augenblick, als die Bereitschaftspolizei mit den Demonstranten zusammenstößt und erstere in die Flucht schlägt.