# | ben | deu |
---|
1 | মালদ্বীপ: বিদ্রোহের ঘটনার পরে রাষ্ট্রপতির পদত্যাগ | Malediven: Präsident tritt nach Meuterei zurück |
2 | মালদ্বীপের রাষ্ট্রপতি, যিনি মূলত এক পরিবেশবাদী হিসেবে অত্যন্ত সুপরিচিত, তার শাসনের বিরুদ্ধে বিদ্রোহে পুলিশের সাথে সামরিক বাহিনীর যোগ দেওয়ার প্রেক্ষাপটে ৭ ফেব্রুয়ারি ২০১২-এ, তিনি পদত্যাগ করেন। | Mohamed Nasheed, der Präsident der Malediven, bekannt als Klimaverteidiger, gab seinen Rücktritt am 7. Februar 2012 bekannt, nachdem das Militär sich der Meuterei der Polizei gegen seine Herrschaft anschloss. |
3 | দেশটির প্রথম বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচনের পর ২০০৮ সালে নাশিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। সম্প্রতি সামরিক বাহিনী যখন তার প্রতি আনুগত্য প্রত্যাহার করে নেয়, সে সময় তিনি সামরিক বাহিনীর সদর দপ্তরে অবস্থান করছিলেন। | Nasheed, der das Amt im November 2008 nach den ersten demokratischen Wahlen des Landes übernahm, war im Militärhauptquartier, als das Militär begann ihm seine Loyalität zu entziehen. |
4 | একটি গাড়িতে করে তাকে কাছেই অবস্থিত রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি সাংবাদিকদের সামনে এক সারাসরি প্রদর্শীত টেলিভিশন অনুষ্ঠানে তার পদত্যাগের কথা ঘোষণা করেন। | Er wurde in einem Auto in das nahegelegene Präsidentenbüro gebracht, wo er vor Journalisten live im Fernsehen seinen Rücktritt bekanntgab. |
5 | মালদ্বীপের বেশ কয়েকজন নাগরিক রাষ্ট্রপতির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। | Einige Malediver waren um die Sicherheit des Präsidenten besorgt. |
6 | মায়িদ লিখেছে : | Maeed schrieb: |
7 | একটি আন্তরিক অনুরোধ রয়ে গেছে, মালদ্বীপের একজন রাষ্ট্রপতিকে আঘাত করবেন না। | Eine ehrliche Forderung bleibt: VERLETZT KEINEN PRÄSIDENTEN DER MALEDIVEN. |
8 | মর্যাদা বজায় রাখুন এবং ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবেন না। | HALTET DIE WÜRDE AUFRECHT UND LASST DIE GESCHICHTE SICH NICHT WIEDERHOLEN. |
9 | তাকে রক্ষা করুন। | SCHÜTZT IHN. |
10 | বান্দারা কোশির সামনে সমাবেত জনতা। এটি জাতীয় প্রতিরক্ষা বাহিনীর (এমএনডিএফ)-এর সদর দপ্তর, যেখানে রাষ্ট্রপতি নাশিদকে নিয়ে যাওয়া হয়েছে। | Menschen versammeln sich vor Bandaara Koshi, dem Hauptquartier der Maledivischen Verteidigungskräfte (MNDF), wo Präsident Nasheed hingebracht wurde. |
11 | ছবি এমইউএইচ-এর। | Foto von MUHA. |
12 | অনুমতি গ্রহণের মাধ্যমে তা ব্যবহার করা হয়েছে। | Veröffentlicht mit Genehmigung. |
13 | তিনি এর এক পোস্টের পরবর্তী লেখায় যুক্ত করেছেন: | Er fügte in einem darauffolgenden Beitrag hinzu: |
14 | ২০০৮ সালে আমরা স্বৈরশাসন পদ্ধতি থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রবেশ করি এবং সে সময় আমরা বিশ্বের সামনে একটা উদাহরণ স্থাপন করি। | Wir wandelten uns von einer Diktatur zu einer Demokratie 2008 und wir gaben der Welt damals ein Beispiel. |
15 | আমি নিরাপত্তা বাহিনীকে আবার সেই উদাহরণ স্থাপনের আহ্বান জানাচ্ছি। | Ich rufe die Sicherheitskräfte dazu auf, dieses Beispiel wieder zu zeigen. |
16 | আজকে, দিনের শুরুতে যখন পুলিশ দাঙ্গা শুরু করে, তখন এক উত্তেজনা দেখা দেয়। পুলিশ দাবী করে যে তারা অবৈধ আদেশের বিরুদ্ধে। | Früher am Tag eskalierten die Spannungen, weil die Polizei gegen ihrer Meinung nach unrechtmäßige Befehle rebellierte. |
17 | দৃশ্যত যাকে মনে হচ্ছিল পুলিশের বিরুদ্ধে সামরিক বাহিনীর অবস্থান, সেই পর্যায় থেকে সামরিক বাহিনী সরে এসে নিজেদের সদর দপ্তরে অবস্থান গ্রহণ করে। | Nach einem scheinbar erbitterten Patt zwischen Militär und Polizei zog sich das Militär in sein Hauptquartier zurück. |
18 | তিন সপ্তাহ ধরে রাজধানী মালেতে সন্ধ্যায় পুলিশের এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে আসছিল, বিরোধী দল যার আয়োজন করত। মূলত সরকার, সামরিক বাহিনীকে এক উচ্চপর্যায়ের বিচারকে গ্রেফতারের নির্দেশ দেবার পর থেকেই বিক্ষোভের সূত্রপাত। | Den Polizeiprotesten gingen dreiwöchige Abenddemonstrationen in der Hauptstadt Male voraus, die von der Opposition organisiert wurden, nachdem die Regierung das Militär beauftragt hatte einen hohen Richter zu verhaften. |
19 | নাশিদ সরকারের উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ ওয়াহিদ হাসান নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। | Mohamed Waheed Hassan, der Vizepräsident in Nasheeds Regierung, wurde als neuer Präsident vereidigt. |
20 | এমনকি যদিও শপথ গ্রহণের সময় হাসান সবাইকে শান্ত থাকার আহ্বান জানান, তারপরেও দেখার বিষয়, সপ্তাহের পর সপ্তাহ ধরে চলতে থাকা বিক্ষোভ এত দ্রুত প্রশমিত হয় কিনা, সম্পত্তি বিনষ্ট করা এবং সাংবাদিক এবং প্রচার মাধ্যমের অফিসসমূহের উপর হামলা দ্রুত বন্ধ হবে কিনা। | Obwohl Hassan während seiner Amtseinführung zur Ruhe aufgerufen hat, bleibt es offen, ob das Land nach wochenlangen Protesten, Zerstörung von Eigentum und Angriffen auf Journalisten und Medien schnell Stabilität wiederherstellen kann. |
21 | যে সমস্ত সেনারা বিদ্রোহ ঘোষণা করেছিল, তারা জনতার সাথে হাত মেলাচ্ছে। | Soldaten, die meuterten, schütteln Hände. |
22 | ছবি এমইউএইচএ-এর। | Bild von MUHA. |
23 | অনুমতি গ্রহণের মাধ্যমে ব্যবহার করা হয়েছে। | Veröffentlicht mit Genehmigung |
24 | যখন উত্তেজনা চরমে পৌঁছে, তখন মালদ্বীপে ক্রমাগত গণতন্ত্রের অনুশীলন প্রশ্নের মুখে পড়ে যায়। | Die Fortführung der Demokratie der Malediven steht in Frage, da die Spannungen hoch bleiben. |
25 | বিতাড়িত রাষ্ট্রপতির সমর্থকরা ক্ষমতার এই পরিবর্তনকে একটি অভ্যুত্থান হিসেবে দেখছে, সেখানে তার বিরোধীরা মঙ্গলবারের এই ঘটনাকে জনতার দাবী বলে অভিহিত করছে। | Die Unterstützer des abgesetzten Präsidenten bezeichnen den Machtwechsel als Coup, während seine Gegner die Ereignisse vom Dienstag als Willen des Volkes beschrieben. |
26 | যখন মালদ্বীপ এই বাস্তবতায় প্রবেশ করে যে, পরবর্তী নির্দ্ধারিত নির্বাচনের প্রায় দুই বছর আগে দেশটির সরকার পাল্টে গেল, তখন এই বিষয়ে দেশটি সামাজিক প্রচার মাধ্যম এবং টুইটারে মতামত বিভক্ত এবং অনুভূতি মিশ্র। | Die Meinungen gehen auseinander und die Gefühle in sozialen Netzwerken sind gemischt, während die Malediver versuchen sich damit abzufinden, dass die Regierung fast zwei Jahre vor der nächsten geplanten Wahl gewechselt hat. |
27 | আজ #মালদ্বীপ নামক হ্যাশট্যাগ টুইটারে আলোচিত বিষয়ে পরিণত হয়। | Der Hashtag #Maldives gehörte heute zu den Trending Topics. |
28 | ধানিশ টুইট করেছে” | Dhaanish twitterte: |
29 | @ জিলআলি @ইয়াত্তেই, শীঘ্রই জনতা উপলব্ধি করবে যে, ওই সমস্ত বিরোধী দলের পশ্চাৎপদ নেতাদের তুলনায় নাশিদ কতটা যৌক্তিক ছিলেন! | @Dhaaanish: @JeelAli @yaittey Die Leute werden später merken, wie normal Nasheed im Vergleich zu den Oppositionsverrückten ist! |
30 | আমার কথা স্মরণ রাখবেন!”” | Merkt euch meine Worte! ”” |
31 | হাম_ডন টুইট করেছে: | Hum_Don twitterte: |
32 | @হাম_ডন: যে রাষ্ট্রপতিকে নির্বাচনে জেতানোর জন্য আমরা এত কঠোর পরিশ্রম করলাম, তাকে পদত্যাগ করতে দেখে দুঃখ পাচ্ছি এবং বেদনা অনুভব করছি | @Hum_Don: Mir tut es leid und ich bin traurig darüber den Rücktritt des Präsidenten zu sehen, für dessen Wahl wir so hart gearbeitet haben. |
33 | এপিক্লোজার তার দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে : | Epicloser drückte seine Sichtweise aus: |
34 | @এপিক্লোজার: নাশিদ আপনি #ডিসে২৩-এর বিক্ষোভকে আমলে নেননি, আপনি আমাদের ঠাট্টা করেছেন এবং সন্ত্রাসী বলে অভিহিত করেছেন। | @epicloser: Du hast nicht auf unseren #Dec23 Protest gehört, Nasheed. Du hast dich über uns lustig gemacht und uns Terroristen genannt. |
35 | এটা হচ্ছে তার ফলাফল। | Das ist das Ergebnis für dich. |
36 | শান্তি। | Peace. |
37 | এই বিদ্রোহ সম্বন্ধে হাউমালদিভস-এর এই কথাগুলো বলার আছে: | Haumaldives hat dies über die Meuterei zu sagen: |
38 | @হাউমালদিভস: @ সিএনএন মালদ্বীপ; সামরিক বাহিনীকে ব্যবহার করে নাশিদের অবৈধ গ্রেফতারের নির্দেশ, যা কিনা বিক্ষোভে পরিণত হয়…এবং সামরিক বাহিনীর এই অভিযানের ফলে পুলিশের মধ্যে বিদ্রোহ দেখা দেয়। | @haumaldives: @CNN Maledivens Nasheed führte willkürliche Verhaftungen mithilfe des Militärs durch, das führte zu Protesten … und das scharfe Vorgehen des Militärs führte zur Revolte der Polizei. |
39 | উত্তেজনা প্রশমিত হবার পর জনতা মালদ্বীপের পতাকা নাড়ছে। | Menschen zeigen die maledivische Flagge nachdem die Spannungen vorüber sind. |
40 | ছবি এমইউএইচ-এর। | Foto von MUHA. |
41 | অনুমতি গ্রহণের মাধ্যমে ব্যবহার করা হয়েছে। | Veröffentlicht mit Genehmigung. |
42 | লিমন্ট টুইট করেছ: | Limmto twitterte: |
43 | @লিমন্ট: নাগরিকের #নাশিদকে তার নিজের দেওয়া চালে পরাজিত করেছে। | @Limmto: Bürger schlagen #Nasheed in seinem eigenen Spiel. |
44 | #মুজ্জাহাররা# মালদিভস#এমভিরেভ্যুলুশন | #muzaaharaa. #Maldives #MVrevolution |
45 | @প্রফইউলজিস্ট, পুলিশ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দখল করার তার অবস্থান পাল্টে যাবার বিষয়ে টুইট করেছে। | profEuLOGist twittert über die Imageänderung des staatlichen Fernsehsenders nachdem die Polizei übernommen hat: |
46 | @প্রফইউলজিস্ট: প্রচার মাধ্যমে এত দ্রুত রূপান্তর এবং অবস্থানে পাল্টে ফেলার ঘটনা আর কখনো দেখিনি! | @profEuLOGist: Schnellster Wechsel von Medien und Images, den ich je gesehen habe. |
47 | টিভিএম থেক এমএনবিসিতে১-এ রাপান্তরিত হতে মাস পর মাস লেগেছে কিন্তুসেখান থেকে টিভিএম-তে ফেরত আসতে মাত্র ১০ মিনিট সময় লেগেছে। | TVM zu MNBC1 hat Monate gedauert, aber zurück zu TVM - 10 Minuten! Mashafeeg hat dies über die Ereignisse zu sagen |
48 | ঘটনা পাল্টে যাবার বিষয়ে মাসাফিজের বক্তব্য হচ্ছে : | @mashafeeg: Neue Ära der Demokratie in den Malediven. |
49 | @মাসাফিজের:মালদ্বীপের গণতন্ত্রের এক নতুন যুগ, জনতা তাদের ক্ষমতাকে প্রমান করল এবং পদত্যাগ করে রাষ্ট্রপতি তার সাহস প্রদর্শন করল। | Menschen zeigen ihre Macht und Präsident seinen Mut durch den Rücktritt. Maldives11 antwortet auf Mashafeegs Tweet: |
50 | মালদিভস১১, মাসাফিজের টুইটের প্রতিক্রিয়ায় টুইট করেছেন : | @Maldives11: @mashafeeg Ich bezweifle, dass es die Menschen waren. |
51 | @মালদিভস১১: @মাসাফিজ, আমার সন্দেহ রয়েছে, এটা জনতার দাবী কিনা। | Tut mir leid, aber ich glaube nicht, dass es die Menschen waren. |
52 | আমি দুঃখিত, কিন্তু বিশ্বাস করি না যে এটা জনতার দাবী। | Mashafeeg denkt auch über die Zukunft nach: |
53 | মাসাফিজ একই সাথে ভবিষ্যতের বিষয়ে চিন্তা করছে: | @mashafeeg: Zumindest wird Dr. Waheeds lang ersehnter Traum wahr. |
54 | মাসাফিজ: অবশেষে, ডঃ ওয়াহিদের দীর্ঘ লালিত স্বপ্ন পূরণ হল, বিষয়টি বিস্ময়কর হবে, জনতা কি ভাবে তার শাসনকে গ্রহণ কর! | Frage mich, wie die Leute seine Präsidentschaft akzeptieren werden. |
55 | সবচেয়ে ভালো হচ্ছে অপেক্ষা করা এবং কিছুদিনের জন্য পর্যবেক্ষণ করা! | Am besten erstmal eine Weile abwarten! |
56 | # মালদিভস | #Maldives |
57 | নতুন সরকারে কাছে হালিম৭০৭-এর প্রত্যাশা অনেক | Hilmy7007, hat hohe Erwartungen an die neue Regierung: |
58 | হালিম৭০৭:রাষ্ট্রপতি ওয়াহিদকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তার সরকার হবে দূর্নীতিমুক্ত। | @Hilmy7007: Präsident Waheed sollte sicher gehen, dass seine Rgierung korruptionsfrei ist. |
59 | পুরষ্কার হিসেবে প্রদান করা সকল প্রকল্পে আমরা স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার দাবী করি। | Wir erwarten Transparenz und Rechenschaft bei allen gewährten Projekten. |