Sentence alignment for gv-ben-20120416-24924.xml (html) - gv-deu-20120412-8145.xml (html)

#bendeu
1স্পেনঃ সাধারণ ধর্মঘটে পুলিশী নির্মমতার চিত্রSpanien: Bilder der polizeilichen Gewalt beim Generalstreik
2এ পোস্টটি ইউরোপ সংকটের সংক্রান্ত আমাদের স্পেশাল কাভারেজের অংশDieser Bericht ist Teil unseres Dossiers über Europa in der Krise.
3#২৯এম (২৯ মার্চ) স্পেনের ট্রেড ইউনিয়নগুলো শ্রম আইন সংস্কারের প্রতিবাদে সাধারণ ধর্মঘট আহ্বান করে।Dieser Artikel wurde von Studierenden des FTSK Germersheim im Rahmen des Projektes „Global Voices“ übersetzt. Am #29M (29.
4মারাইয়ান রাজয়ের সরকার (পপুলার পার্টি) শ্রম আইন সংস্কারের প্রস্তাব উত্থাপন করে।März) riefen die Gewerkschaften in Spanien zum Generalstreik aus Protest gegen die Arbeitsmarktreformen [en] der Regierung von Mariano Rajoy (der Partido Popular) auf.
5রাজয় সরকারের ক্ষমতা গ্রহণের ১০০ দিন পর সরকার প্রথম এই ধর্মঘটের সম্মুখীন হয়েছে।Dies war der erste Streik, dem die Regierung nur 100 Tage nach ihrem Amtsantritt die Stirn bieten musste.
6দেশজুড়ে ব্যপক বিক্ষোভের ফলশ্রুতিতে সরকারের নির্বাহীরা দ্রুততম উপায়ে অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠা এবং নিয়ন্ত্রণ মুক্ত শ্রম বাজারে চাকুরি সৃষ্টি করা, অগ্নি নির্বাপণ কর্মীদের কাজকে সহজ করা, শ্রমঘণ্টা বৃদ্ধির লক্ষ্যে চাকুরিজীবীদের কাজে নমনীয়তা, বেতন-ভাতা কমানো, কর্মীদের সচলতায় প্রণোদনা প্রদান এবং দীর্ঘ সময়ের জন্য কর্ম অভিজ্ঞতার পাশাপাশি যুব কর্মীদের কাজে যোগদানের বিষয় সহজীকরন- এ সকল বিষয়ে পদক্ষেপ গ্রহন করছেন।Der Grund für den Massenstreik im ganzen Land sind die von der Regierung geplanten Maßnahmen: In ihrem Eifer, einen schnellen Weg aus der Krise zu finden und die Beschäftigung anzukurbeln, hat die Regierung den Arbeitsmarkt reformiert, Abfindungen gekürzt, den Unternehmern mehr Freiheiten bei der Verlängerung der Arbeitszeit eingeräumt, die Löhne herabgesetzt, die Mobilität der Arbeitnehmer unterstützt und die Einstellung von Jugendlichen für längerfristige Praktika erleichtert.
7Gruppen der Bürgerbewegung, wie ¡Democracia Real Ya!, taten sich nicht mit den großen Gewerkschaftsverbänden zusammen, sondern schlossen sich dem Streik im sogenannten „Kritischen Block“ (Bloque crítico) [es] an. Während des Streiks, bei dem die Beteiligung seitens der Arbeitnehmer massiv war, entstanden auch Konfliktsituationen, vor allem in Barcelona, wo es zu Zusammenstößen zwischen den Einsatzkräften der Polizei und Demonstranten kam.
8মূল ট্রেড ইউনিয়নের বাইরে থাকা নাগরিক আন্দোলনের দলগুলো যেমন আই ডেমক্রেসিয়া রিয়াল ইয়া!Die Sicherheitsbeamten hatten sich erneut nicht eindeutig als Polizisten ausgewiesen.
9[ ট্রু ডেমক্রেসি নাউ!] তথাকথিত ‘জটিল প্রতিবন্ধকতা' নামক এ ধর্মঘটে [স্প্যানিশ] যোগদান করে।Demonstranten, die während des Streiks durch Gummigeschosse verletzt worden sind, Barcelona.
10দিনব্যাপী চলমান এ ধর্মঘটে বেশিরভাগ শ্রমিক অংশগ্রহণ করেন, ধর্মঘটকে ঘিরে উত্তেজনা তুঙ্গে ছিল, বিশেষতঃ বার্সিলোনাতে বিক্ষোভ কারীদের সাথে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়।
11এবারো নিরাপত্তা কর্মীরা তাঁদের পরিচিতিমূলক ব্যাজ পরতে ভুলে গিয়েছিলেন।Foto Jesús G. Pastor, copyright Demotix 3/12.
12বার্সিলোনায় সাধারণ ধর্মঘট চলাকালে পুলিশের রাবার বুলেটে আহত বিক্ষোভকারী।In den meisten Städten verliefen die Aktionen über den Tag hinweg friedlich, bis auf einige Auseinandersetzungen zwischen mehreren Gruppen.
13ছবি জেসাস জি, প্যাস্টর, স্বত্ব ডেমটিক্স ৩/২৯/১২। ঐ দিন মূল শহরগুলো শান্তিপূর্ণ ছিল যদিও বিভিন্ন দলের মধ্যে সংঘর্ষ হয়।Hier das Beispiel von Feuerwehrleuten, die gegen die sie verhängten Kürzungen demonstrierten und gegen die die Spezialeinheiten der Polizei schließlich gewaltsam vorgingen:
14নিচের এই ভিডিওটিতে আমরা দেখিয়েছি চাকুরিচ্যূতির কারনে অগ্নি নির্বাপণ কর্মীদের আন্দোলনে দাঙ্গা পুলিশ কিভাবে লাঠিপেটা করেছেঃIn den beiden von Aktivisten aufgenommenen Videos sind die Polizeieinsatzkräfte mit elektrischen Schlagstöcken zu sehen, wie sie gegen die Demonstranten vorgehen.
15পরবর্তী দুটি ভিডিও সক্রিয়তাবাদীদের তৈরি করা। এতে দেখা যায় পুলিশ ইলেকট্রিক ব্যাটন ব্যবহার করছে।Im ersten Video sind sie von den Demonstranten umgeben und man kann erkennen, dass zwei von ihnen (beide unten am Bildrand) fliehen.
16প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে প্রতিবাদকারীরা পুলিশকে ঘিরে ধরেছে সেখানে দুজন পুলিশ কর্মকর্তা (মন্থরতম গতির) দৌড়ে পালিয়ে যাচ্ছেন। দ্বিতীয় ভিডিওটিতে পুরো উল্টো চিত্র দেখা যায়।Im zweiten Video, das von der anderen Straßenseite gefilmt wurde, sind vier Personen (eine blonde Frau und drei Männer) zu sehen, die ganz vorn in der Menschenmenge laufen.
17ভীড়ের মধ্যে চারজন পুলিশ (একজন সোনালী চুলের মহিলা আর বাকী তিনজন পুরুষ) মাটিতে পড়ে যাওয়া একজন প্রতিবাদকারীকে আক্রমণ করছেন, প্রথম ভিডিওর দুজন তাঁদের থেকে কিছুটা পেছনে।Man sieht, wie ein Demonstrant angegriffen wird und zu Boden geht, sowie zwei weitere Personen aus dem ersten Video, die etwas weiter hinten rennen.
18প্রতিবাদকারীরা আবিষ্কার করেন যে আক্রমণের উদ্দেশ্যে এবং উত্তেজনা বাড়ানোর জন্য দুজন পুলিশ কর্মকর্তা ভিড়ের মধ্যে প্রবেশ করেন যাতে করে পুলিশের আক্রমণকে যুক্তিসঙ্গত বলে ব্যাখ্যা দাড় করানো যায়।. (সূত্র : http://www.tercerainformacion.es/spip.php?article35508 [es]):Die Demonstranten bemerkten erneut, dass es sich um Polizisten in Zivil handelte, die sich schon vorher unbemerkt unter die Menge gemischt hatten, die Demonstranten angriffen und die Stimmung aufheizten, damit sie so die späteren Eingriffe der Polizei auf irgendeine Weise rechtfertigen konnten.
19অপর একটি ভিডিওতে বার্সিলোনায় ধর্মঘটকালীন পুলিশের রাবার বুলেটে আহত একজন প্রতিবাদকারীর বক্তব্য হাসপাতাল থেকে গ্রহন করা হয়।(Quelle: http://www.tercerainformacion.es/spip.php?article35508 [es]) Es konnte auch die Aussage eines Demonstranten im Krankenhaus aufgenommen werden.
20রাবার বুলেটের আঘাতে তাঁর পাঁজরের দুটো হাড় ভেঙ্গে যায় ও ফুসফুস ফুটো হয়ে যায়।Er war von einem Gummigeschoss der Polizei in Barcelona getroffen worden, zwei Rippenbrüche und ein Loch in der Lunge sind die Folgen.
21@আরমাকডিওডেলট ঃ খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে শেয়ার করুন @ ডেমক্রাসিয়ারিয়ালঃ ১৯ বছর বয়স্ক এক তরুণ ইউসি আই-এ ভর্তি হয়েছেন, খুবই জটিল অবস্থা, মস্তিস্কে রক্তক্ষরণ, ভিক্টরিয়াতে পুলিশের আক্রমনের পর # ২৯ এম@ARMAKdeODELOT: SEHR SCHLIMME VORGEHENSWEISE@DemocraciaReal: Neunzehnjähriger auf der Intensivstation in kritischem Zustand, Gehirnblutung nach Eingreifen der Polizei in Vitoria #29M
22নিচের ভিডিওটিতে আমরা দেখতে পাই কোন কারন ছাড়াই দাঙ্গা পুলিশ দুজন সাইকেল আরোহীর প্রতি দুই রাউণ্ড রাবার বুলেট ছুড়ছেঃUnd in diesem Video kann man sehen, wie die Spezialeinheiten der Polizei grundlos Gummigeschosse auf zwei Fahrradfahrer abfeuern:
23@ফটোমুভিমিএন্টোঃ আমাদের প্রাণপ্রিয় পুলিশ বাহিনী আজ প্লাজা ক্যাটালুনিয়ায়… কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে দাও আর এখন তাঁদের প্রতিহত কর… দ্রোহে জেগে ওঠো!@Fotomovimiento: Unsere lieben Mossos (die katalanische Polizei), heute auf der Plaça Catalunya… und jetzt kommt Xavier Trias (CiU) und verteidigt sie… wirklich empörend!
24#29Mhttp://www.youtube.com/watch?#29Mhttp://www.youtube.com/watch?
25v=V_bLULITkh4v=V_bLULITkh4
26২৯এম প্রতিবাদের সময় অন্তরীণ ৪১ জন যুবার মধ্যে ৩ জনকে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।Während der Demonstrationen am 29. März in Barcelona wurde drei der 41 festgenommenen Jugendlichen eine Freiheitsstrafe auferlegt.
27তাঁরা যা করেছে তার ভিত্তিতে অভিযোগ আনা হয় নি (২৯ তারিখ সকালে তাঁরা গ্রেফতার হন), তাঁরা অন্তরীণ হয়েছেন ঐ দিন বিকেলে বার্সিলোনার রাস্তায় যা ঘটেছিল তার কারনে।Die Strafe basierte aber nicht darauf, was sie selbst wohl getan haben könnten (sie wurden nämlich am 29. März bereits vormittags festgenommen), sondern darauf, was gegen Abend in den Straßen Barcelonas nach ihrer Festnahme geschah.
28ম্যাজিস্ট্রেট তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে বিচার না করে আগত সপ্তাহগুলোতে বার্সিলোনায় তাঁরা শান্তি ভঙ্গের কারন হতে পারে এই বিবেচনায় তাঁদের শাস্তি প্রদান করেন।Die zuständige Richterin erklärte, dass es zu erneuten Straftaten der Jugendlichen kommen könnte und sie die Ruhe und Ordnung bei anderen Protestaktionen in Barcelona in den nächsten Wochen stören könnten.
29আইনের সাথে জড়িত একাধিক গ্রুপ অন্তরীণদের রক্ষার বিষয়ে এক যৌথ বিবৃতি প্রদান করে [স্পেনীশ]।Verschiedene Gruppen mit juristischem Hintergrund haben ein Kommuniqué zur Verteidigung der Festgenommenen [es] veröffentlicht.
30প্রতিবাদকারীদের কারাবন্দীর প্রতিবাদে ধর্মঘট পরবর্তী সপ্তাহগুলোতে স্পেনের বিভিন্ন শহরে প্রতিবাদ অব্যাহত রয়েছে।In diesen Wochen wurde in mehreren spanischen Städten gegen die Inhaftierungen der Demonstranten protestiert.
31২৯ এম এর ধর্মঘটে গ্রেফতার স্পেনে ১৭৬ জন (মাদ্রিদে ৫৭ জন) জন কারাবন্দীর মুক্তির দাবিতে মাদ্রিদে প্রতিবাদ।Protest in Madrid gegen die Inhaftierung von 176 Menschen in Spanien (57 in Madrid) am 29. März.
32ছবি আলবার্তো সিবাজা রামিরেজ, স্বত্ব ডেমটিক্স ৩/৩০/২০১২Foto von Alberto Sibaja Ramírez, copyright Demotic 3/30/2012.
33ধর্মঘটের দিনের ঘটনা নিয়ে ডকুমেন্ট দি কেসেস অব ইন্ডিস্ক্রিমিনেট ভায়লেন্স [স্প্যানিশ] শিরোনামে একটি ওয়েব সাইট চালু করা হয়েছে।Es wurde eine Internetseite [es] ins Leben gerufen, um alle Fälle von Gewalt der Polizei gegen Demonstranten, die am 29.
34এ পোস্টটি ইউরোপ সংকটের সংক্রান্ত আমাদের স্পেশাল কাভারেজের অংশMärz unabhängig von der Schwere ihrer Tat bestraft wurden, zu sammeln.