Sentence alignment for gv-ben-20120105-21669.xml (html) - gv-deu-20111219-5306.xml (html)

#bendeu
1দক্ষিন পূর্ব এশিয়াঃ সংবাদে কুমীরSüdostasien: Krokodile in den Nachrichten
2দক্ষিন ফিলিপিন্সের একটি অতিকায় কুমীর এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ার বন্যা প্লাবিত অঞ্চলের কুমীর গুলোর সংবাদ দক্ষিণ পূর্ব এশিয়ার শেষ কয়েক মাসের সংবাদের শীর্ষে ছিল।[Alle Links in diesem Artikel führen zu englischsprachigen Seiten.] Ein riesiges Krokodil in den südlichen Philippinen und Krokodile im Flutwasser Thailands und Kambodschas waren im letzten Vierteljahr unter den wichtigsten Neuigkeiten in Südostasien.
3ললং নামের অতিকায় কুমীরটিকে দক্ষিন ফিলিপিন্সের অগসান দেল সুর প্রদেশে ধরা হয় এবং প্রতিদিন ৫০০ এরও বেশি লোক কুমীরটিকে টেনে নিয়ে বুনাওয়ান ইকোপার্ক এন্ড রিসার্চ সেন্টারে স্থানান্তর করে।Das riesige, Lolong genannte Krokodil wurde in der Provinz Agusan del Sur in den südlichen Philippinen gefangen und in den Bunawan Eco-Park und dessen angegliedertes Forschungszentrum gebracht, wo es jeden Tag mehr als 500 Besucher anlockt.
4ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দল ধৃত অবস্থায় লবনাক্ত পানির সর্ববৃহৎ কুমীর হিসেবে ললং-কে নিশ্চিত করে যদিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের দাপ্তরিক স্বীকৃতির জন্য আরও অর্ধেক বছর পেরিয়ে যায়।Der Besuch eines Teams von National Geographic bestätigte Lolongs Status als größtes in Gefangenschaft lebendes Salzwasserkrokodil, obwohl es noch ein halbes Jahr warten muss, bevor das Guinness-Buch der Weltrekorde dies anerkennt.
5এবছর ফেসবুকে সর্বাধিক শেয়ারকৃত গল্পের তালিকার মধ্যে ললংকে আটকানোর ঘটনা শীর্ষ ৯ -এ অবস্থান করছে।Lolongs Gefangennahme war das neunt beliebteste Thema in der Liste der am häufigsten mit anderen geteilten Storys auf Facebook
6অনলাইন আলাপ-আলোচনায় ফিলিপিনোরাও ললং এর গল্পকে চলতি বিষয় হিসেবে তাঁদের ইন্টারনেটে শেয়ার করেছে।Die Philippiner verfolgten ebenfalls die Geschichte von Lolong und ihre Online-Unterhaltungen machten das Riesenkrokodil zu einem heißen Thema im Internet.
7ফিলিপিনো রাও ললং কে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের সাথে তুলনা করেছে।Die Philippiner verglichen Lolong mit korrupten Politikern, die sie als größere ‘Krokodile' in der Regierung bezeichneten.
8দুর্নীতিবাজ রাজনীতিকদের তাঁরা সরকারের বড় ‘কুমীর' বলে মনে করে।Foto von Lolong, dem gröβten in Gefangenschaft lebenden Krokodil der Welt
9গত অর্ধ শতাব্দির মধ্যে সংগঠিত থাইল্যান্ডের সবচাইতে বাজে বন্যায় ৬০০-এর ও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজারও অধিবাসী ও শ্রমিক তাঁদের বাড়ি ও কারখানা থেকে বাস্তুচ্যুত হয়েছে।Die schlimmsten Überschwemmungen in Thailand in den letzten fünfzig Jahren kosteten mehr als 600 Menschen das Leben und vertrieben tausende von Einwohnern und Arbeitern aus ihren Häusern und Fabriken.
10এ বন্যা বিপর্যয়ে দেশটির ৩০০০ কুমীর খামারও ভেসে গেছে।Die Flutkatastrophe überschwemmte auch die geschätzten 3000 Krokodilfarmen des Landes.
11বানভাসী পার্ক ও খামারগুলো থেকে পালিয়ে জনগণকে সতর্ক করার জন্য বন্যা সতর্কীকরণের পাশাপাশি কর্তৃপক্ষ ও প্রচার মাধ্যমগুলো কুমীর বিষয়ক সতর্কতা জারী করে।Neben Flutwarnungen veröffentlichten die Behörden und Medien also auch Krokodilwarnungen, um die Bevölkerung daran zu erinnern, nach Krokodilen Ausschau zu halten, die aus den überschwemmten Parks und Farmen abgehauen waren.
12এখানে কিছু কুমীর সংক্রান্ত তথ্য ও সংবাদ প্রতিবেদন: চোনবুরির মিলিয়ন ইয়ারস স্টোন পার্ক ও পাত্যায়া কুমীর খামার থেকে কুমীর পালিয়েছে।Hier sind einige Sichtungen und Berichte von Krokodilen: In Chonburi entwischten Krokodile aus dem Million Years Stone Park & der Pattaya Crocodile Farm.
13পার্কের প্রধান এ ঘটনার চার দিন পর জানান যে ২৯ টিকে তাঁরা আটকাতে পেরেছেন, যদিও অনেকগুলো এখনও নিখোঁজ রয়েছে।Nach vier Tagen sagte der Parkchef, dass sie 29 Krokodile wieder eingefangen hätten, aber einige noch vermisst würden.
14পলাতক সরীসৃপের খোঁজ জানাতে পারলে পার্ক কর্তৃপক্ষ ৫০০০ বাথ পুরস্কার প্রদান করবে বলে ঘোষণা দিয়েছে।Der Park kündigte an, dass eine Belohnung von 5000 Baht für diejenigen ausgesetzt werde, die Informationen bezüglich des Aufenthaltsorts der entflohenen Reptilien hätten.
15প্রাচীন নগরী আয়ুথথায়া-তে বন্যার সময় খামার থেকে প্রায় ১০০ কুমীর পালিয়ে গেছে, প্রতিটি কুমীর জীবিত ধরতে পারলে খামার কর্তৃপক্ষ ১,০০০ বাথ পুরস্কার প্রদান করবে।In der historischen Stadt Ayutthaya entwischten während der Überschwemmungen etwa 100 Krokodile von Farmen und die Behörden haben ein Kopfgeld von 1000 Baht auf jedes lebend gefangene Krokodil ausgesetzt.
16ব্যাংককের কাছের কুমীর খামারও বানের জলে ভেসে গেছে। কুমীর নিখোঁজের খবরটি শোনার সাথে সাথে খামারের আশে-পাশের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।Krokodilfarmen in der in der Nähe von Bangkok wurden ebenfalls überschwemmt und Anwohner schnell in Angst und Schrecken versetzt, als sie von den vermissten Krokodilen erfuhren.
17বন্যার জল কমে এলে কুমীর গুলোকে শুকনো মাটিতে খাবার সন্ধানে দেখতে পাওয়া যায়।Seit die Fluten sich zurückzogen, hat man Krokodile in trockenen Gebieten gefunden, wo sie nach Nahrung suchen.
18ব্যাং বুয়া থং জেলায় ৫০ সেন্টিমিটার জলমগ্ন সয়েতে (রাস্তায়) একটি কুমীর দেখতে পাওয়া যায়।Im Stadtteil Bang Bua Thong wurde ein Krokodil in einer Seitenstraβe gefunden, die 50 Zentimeter tief unter Wasser stand.
19সিয়েম রিপে পলাতক কুমীর, ছবি ট্রিপল জে মর্নিংসEntflohenes Krokodil in Siem Reap. Foto von triple j Mornings
20কম্বোডিয়াও দশকের সবচাইতে বাজে বন্যায় আক্রান্ত হয়েছিল। বন্যা প্লাবিত রাস্তায় কুমীরের উপস্থিতির বিষয়ে ট্রিপল জে মর্নিংস ফেসবুকে লিখেন।Kambodscha erlitt ebenfalls eine Flutkatastrophe, bei der es sich Berichten zufolge um die schlimmste des letzten Jahrzehnts handelt. triple j Mornings vermeldete auf Facebook die Präsenz von Krokodilen in einigen der überschwemmten Straßen.
21ওহ হাই পালস!Hallo Leute!
22সুন্দর ভুমি, চমৎকার মানুষ, আর অতুলনীয় সব খাবার খেয়ে এক সপ্তাহ পর কম্বোডিয়া থেকে ফিরলাম।Zurück aus Kambodscha, ein schönes Land, wo ich eine Woche verbracht habe, mit wunderbaren Einwohnern und umwerfendem Essen. Und Überschwemmungen.
23বন্যা ও স্মরণাতীত কালের ভেজা মৌসুমে সিয়েম রিপ আক্রান্ত, এর ফলে… কাছের খামার থেকে পলাতক একটি কপুলা কুমীর শহরের রাস্তায় হাঁটছে।Siem Reap erlitt seine stärkste Regenzeit seit Menschengedenken, was einige Konsequenzen hatte…Zum Beispiel, dass einige Krokodile von einer Farm in der Nähe entwischten und durch die Straßen der Stadt paddelten.
24বিশ্বাস কর আগামীকাল আরও কম প্রাণবন্ত অ্যাডভেঞ্চার নিয়ে তোমার সাথে দেখা করব।Glaubt mir einfach. Bis morgen zu weniger bissigen Abenteuern!