Sentence alignment for gv-ben-20150527-48748.xml (html) - gv-deu-20150516-28470.xml (html)

#bendeu
1ইথিওপিয়ার ব্লগার আতনাফ বেরাহানেঃ তরুণ, সাহসী এবং কারাবন্দীDer äthiopische Blogger Atnaf Berahane: Jung, mutig und im Gefängnis
2জোন নাইন ব্লগারের সদস্য আতনাফ বেরহানে, ইথিওপিয়ার মানবাধিকার লঙ্ঘন নিয়ে লেখার কারণে জেলে।Atnaf Berhane, Mitglied des Bloggerkollektivs Zone9, wurde verhaftet, weil er über Menschenrechtsverletzungen in Äthiopien bloggte.
3(ছবির কৃতিত্ব মেলোডি সান্ডবার্গের যে এই ডিজিটাল ড্রয়িং এঁকেছে।(Bildquelle: Digitale Zeichnung von Melody Sundberg, Verwendung mit freundlicher Genehmigung)
4এই ছবিটি তার অনুমতিক্রমে প্রকাশ করা হয়েছে)।Alle Links führen, sofern nicht anders gekennzeichnet, zu deutschsprachigen Webseiten.
5এপ্রিল ২০১৪-এ ইথিওপিয়ায় নয়জন ব্লগার এবং সাংবাদিককে গ্রেফতার করা হয়।Im April letzten Jahres wurden neun Blogger und Journalisten in Äthiopien inhaftiert.
6যাদের মধ্যে কয়েকজন পুরুষ এবং নারী ব্লগার জোন নাইন নামের এক গ্রুপ ব্লগে কাজ করত, যে ব্লগে ইথিওপিয়ার সামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে লেখা হত এবং সেখানে মানবাধিকার এবং সরকারের দায়িত্বশীলতা বিষয় তুলে ধরা হত।Einige dieser Männer und Frauen hatten für das Bloggerkollektiv Zone9 gearbeitet, das über soziale und politische Themen in Äthiopien berichtet und sich für Menschenrechte und die Rechenschaftspflicht der Regierung eingesetzt hatte.
7গ্রেপ্তারকৃত এই নয়জনের মধ্যে চারজন গ্লোবাল ভয়েসেস-এর লেখক।Vier von ihnen haben außerdem für Global Voices geschrieben.
8জুলাই মাসে তাদের বিরুদ্ধে দেশটির সন্ত্রাসবাদ বিরোধী আইনে আভিযোগ আনা হয়, তখন থেকে তারা কারা প্রকোষ্ঠে বন্দী।Im Juli wurden sie nach dem Antiterror-Erlass des Landes unter Anklage gestellt.
9তাদের নির্ধারিত সময়ের শুনানী বাতিল করা হয় এবং এরপর থেকে বার বার তাদের শুনানী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়ার বদলে কেবল বাতিল হচ্ছে।Seitdem befinden sie sich hinter Gittern und ihr Verfahren wurde wieder und wieder verschoben.
10গত সপ্তাহে, “তাদেরও নাম রয়েছে” নামক সূচনা পোস্টের মাধ্যমে আমরা সিরিজ এক লেখার সূচনা করি। আশা করা হচ্ছে এইসব লেখায় সেই সমস্ত ব্লগারদের ব্যক্তিগতভাবে তুলে ধরা হবে যারা এখন কারাবন্দী।In der vergangenen Woche veröffentlichten wir unseren ersten Beitrag aus der Serie “Sie haben Namen”, mit der wir die Persönlichkeiten der einzelnen Blogger, die derzeit inhaftiert sind, hervorheben möchten.
11আমরা আশা করছি, তাদের এই বিশেষ এবং বিচিত্র কাহিনী তুলে ধরার সময় সেগুলোকে আমারা মানবিক আকারে উপস্থাপন করব।Wir möchten sie als Individuen darstellen und ihre persönlichen und einzigartigen Geschichten erzählen.
12এই সপ্তাহে ঘানার লেখক কফি ইয়োবোয়াহ জোন নাইনের সবচেয়ে কনিষ্ঠতম ব্লগার আতনাফ বেরাহানে সম্বন্ধে লিখেছে।In dieser Woche schreibt der ghanaische Autor Kofi Yeboah über das jüngste Mitglied des Bloggerkollektivs Zone9, Atnaf Berahane.
13২৬ বছর বয়স্ক আতনাফ বেরাহানে, জোন নাইন ব্লগারদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ব্লগার।Atnaf Berahane, 26 Jahre alt, ist der Jüngste der Zone9-Blogger.
14২৫ এবং ২৬ এপ্রিল ২০১৪-এ আবেল ওবেলা, বেফাকাদু হাইলু, মাহলেত ফানতাহানু, জেলালেম কিবরেত এবং নাতানায়েল ফেলেকে সহ তাকে গ্রেফতার করা হয় ( তারা সকলে জোন নাইন নামক গ্রুপ ব্লগের ব্লগার) এবং একই ঘটনায় সাংবাদিক আসমামাও হেইলেগেগোরিয়াস, তেসফালেম ওয়ালাদেয়াস এবং এদোম কাসাইয়েকে গ্রেফতার করা হয়।Er wurde am 25. und 26. April 2014 zusammen mit Abel Wabela, Befeqadu Hailu, Mahlet Fantahun, Zelalem Kibret, and Natnael Feleke (alle Mitglieder des Bloggerkollektivs Zone9) sowie den Journalisten Asmamaw Hailegeorgis, Tesfalem Waldyes und Edom Kassaye in Äthiopien verhaftet.
15ইথিওপিয়া হচ্ছে এমন এক রাষ্ট্র যেখানে সরকার মত প্রকাশের স্বাধীনতাকে দমন করে রাখে।Äthiopien ist ein Land, in dem die freie Meinungsäußerung von der Regierung unterdrückt wird.
16দেশটিতে মিডিয়াকে কঠোর ভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়, বিশেষ করে যখন রাজনৈতিক এবং মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা করা হয়।Die Medien des Landes werden streng reguliert, besonders wenn es sich um Diskussionen über Politik und Menschenrechte handelt.
17যার ফলে নাগরিকরা বেশীর ভাগ সময় ইন্টারনেটে সংবাদ পাঠ করে থাকে।Die Bürger lesen Nachrichten deswegen hauptsächlich im Internet.
18নাগরিক সংযুক্তি এবং নাগরিকরা যাতে সংবিধানে তাদের অধিকার ও স্বাধীনতার বিষয়টি উপলব্ধি করতে পারে সে বিষয়ে তথ্য ছড়িয়ে দেওয়ার প্রতি আনতাফের প্রচণ্ড আগ্রহের ফলে জোন নাইন ব্লগের অন্যতম এক প্রতিষ্ঠাতা হিসেবে এটির নেতৃত্বে এগিয়ে আসে।Atnafs Leidenschaft für bürgerliches Engagement und sein Interesse, Informationen unter der Bevölkerung zu verbreiten, damit die Menschen verstehen, welche Rechte und Freiheiten sie laut Verfassung haben, führten ihn dazu, den Zone9-Blog mit zu gründen.
19মানবাধিকারের কার্যক্রমের প্রতি তার তীব্র আগ্রহ তাকে এই সংগঠন স্থাপনে আগ্রহী করে তোলে।Doch diese Leidenschaft für Menschen- und Freiheitsrechte brachte ihn ins Gefängnis.
20কিন্তু মানবাধিকার এবং স্বাধীনতার বিষয়ে তার প্রচণ্ড আগ্রহ তাকে শৃঙ্খলিত করে ফেলেছে।Im echten Leben ist Atnaf Spezialist im Bereich Informations- und Kommunikationstechnik.
21বাস্তব জীবনে, আতনাফ একজন প্রযুক্তি বিশারদ যে আদ্দিস আবাবার বোলে সাব সিটিতে নগর প্রশাসনের সাথে কাজ করে।Er arbeitet für die Stadtverwaltung Addis Abeba im Stadtbezirk Bole.
22ট্রায়ালট্র্যাকারব্লগ, যেখানে তাদের সমর্থকেরা এই মামলা এবং ব্লগারদের তাজা সংবাদ নিয়মিত তুলে ধরে, সেখানে আতনাফকে বর্ণনা করা হয়েছে এক তরুণ ইথিওপিয়ান হিসেবে যে “স্থানীয় দারুণ সব তাজ সংবাদ টুইটারে ঠিকমত প্রদান করার জন্য সুপরিচিত”।Bei trialtrackerblog [en], auf dem Unterstützer regelmäßig Neuigkeiten über den Fall und den Zustand der Blogger veröffentlichen, wird er als junger Äthiopier beschrieben, “der bekannt ist für seine Nutzung von Twitter für überlokale Meldungen”.
23একই সাথে আতনাফ তার নিজস্ব ব্লগ পরিচালনা করে এবং সে এক ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞ”।Atnaf betreibt außerdem seinen eigenen Blog und ist Experte für digitale Sicherheit.
24আতনাফের মত এত তরুণ এক নাগরিকের চাপা পড়ে উদ্দীপনার করুন বাস্তবতা এই পোস্টে ধরা পড়েছে :Die traurige Realität der gedämpften Bestrebungen eines so jungen Menschen wie Atnaf ist im folgenden Beitrag [en] sehr treffend dargestellt:
25এটা কি সংযুক্ত ইথিওপিয়া প্রজাতন্ত্র নাকি পুলিশী রাষ্ট্র?Ist es die “Bundesrepublik Äthiopien” oder die “Republik der Dystopie” (Polizeistaat)?
26ইথিওপিয়া কি পরাবাস্তবতা (টোয়ালাইট জোন) অতিক্রম করেছে, পঞ্চম মাত্রায় রয়েছে? .. .Hat sich Äthiopien in die Twilight-Zone begeben, die Fünfte Dimension? …
27ইথিওপিয়াকে আজকে বলা যেতে পারে “পুলিশী রাষ্ট্র”?Das heutige Äthiopien kann man gut und gerne als “Republik der Dystopie” bezeichnen.
28তরুণ এবং তরুণী যাদের বেশী ভাগের বয়স ২০ বছরও অতিক্রান্ত হয়নি, তাদের শুধু ফেসবুকে ব্লগ লেখা এবং স্যোশাল মিডিয়ার নিজস্ব সাইটে নিজেদের মনের কথা তুলে ধরার কারণে সন্ত্রাসী হিসেবে গ্রেফতার করা ও কারাগারে আটকে রাখা হয়েছে।Junge Männer und Frauen, gerade einmal in ihren Zwanzigern, werden wegen “Terrorismus” verhaftet und inhaftiert und das nur, weil sie bei Facebook und anderen sozialen Medien ihre Meinung frei äußerten.
29জোন নাইন ব্লগের অন্যান্য স্রষ্টার মত আতনাফ, তার এই কাজের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য, জেলে যাওয়ার নয়।Atnaf, zusammen mit den anderen inhaftierten Zone9-Bloggern, verdienen Lob und keine Gefängnisstrafe.
30এটা কেবল আতনাফের ভবিষ্যত নয়, একই সাথে উচ্চকাঙ্ক্ষী সকল তরুণ ও তরুণীর বিচার, যারা নিপীড়ক এক সরকার বাক স্বাধীনতা প্রদানের মত কর্মকাণ্ড গ্রহণে বাধ্য করেছে।Nicht nur Atnafs Zukunft wird verhandelt, sondern die aller junger Menschen, die es wagen, eine repressive Regierung wegen ihrer Haltung gegenüber der Meinungsfreiheit zu kritisieren.