# | ben | deu |
---|
1 | মিশর: নিখোঁজ হয়ে যাওয়া মানুষ | Ägypten: Menschen verschwinden |
2 | আপনারা হয়ত শুনেছেন বা পড়েছেন ৬ই এপ্রিল সংঘটিত সারা মিশর জুড়ে ধর্মঘট সম্বন্ধে, এবং এস্রা আব্দেল ফাতাহ, যিনি এই ধর্মঘটের ফেসবুক গ্রুপ প্রতিষ্ঠা করেছেন তার গ্রেফতার ও ছাড়া পাবার কয়েক মিনিটের মধ্যেই একেবারে নিখোঁজ হয়ে যাওয়া সম্পর্কে। | Vielleicht haben Sie von dem Streik am 6. April hier in Ägypten gehört, und von Esraa Abdelfattah, dem Urheber der Streik-Gruppe bei Facebook, der verhaftet wurde und wenige Minuten nach seiner Freilassung verschwand. |
3 | এর পরিপ্রেক্ষিতে মাইকেলিটু এখানে লিখেছেন এস্রা এবং অন্যান্য মিশরীয় সম্পর্কে যারা পূর্ববর্তী কয়েক বছরে নিখোঁজ হয়ে গিয়েছেন: নাম: রাদা হালাল.. | Darum schreibt Michaelitoo über sich selbst und andere Ägypter, die in den letzen paar Jahren einfach verschwunden sind. |
4 | একজন লেখক যিনি আল আহরাম সংবাদপত্রে লিখে থাকেন.. যিনি বেশ কিছু বই লিখেছেন খ্রিস্টানধর্ম, ইহুদীবাদ এবং ইসলামী আন্দোলন সম্পর্কে.. | Name: Reda Helal … bekannter Journalist der Al-Ahram Zeitung … er schrieb viele Bücher über Christentum, Zionismus und die Islamische Bewegung. |
5 | এবং অনেকেই পছন্দ করে নি তিনি যা লিখেছেন.. | Vielen gefiel nicht, was er schrieb. |
6 | এরপর তিনি নিখোঁজ হয়ে যান। | Dann verschwand er. |
7 | নাম: ওয়াফা কনস্টান্টিন…একজন বিশপের স্ত্রী যিনি স্বইচ্ছায় মুসলমান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। | Name: Wafaa Constantine … Frau eines Bischofs, die aus freien Stücken zum Islam konvertierte. |
8 | অনেক খ্রীষ্টান এটি পছন্দ করেন নি.. তারা প্রতিবাদ শুরু করেছেন.. | Vielen Christen gefiel das nicht, es gab Demonstrationen, und der Papst [Papst Shenouda III., |
9 | এবং পোপ এজন্য ধর্মঘট করেছেন।.. এরপর তিনি নিখোঁজ হয়ে যান। | Koptische Kirche - d. Übersetzer] schaltete sich ein. |
10 | নাম: এস্রা আব্দেল ফাত্তাহ.. | Dann verschwand sie. |
11 | একজন মিশরীয় যুবতী…যিনি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং কোন কোন এলাকায় রুটির স্বল্পতা নিয়ে সন্তুষ্ট ছিলেন না…তাই তিনি ফেসবুকে একটি গ্রুপ তৈরি করে প্রতিবাদ শুরু করেন এবং একটি সাধারণ ধর্মঘটের ডাক দেন। | Name: Esraa Abdel Fattah … ein junge ägyptische Dame, die mit den verrückten Preisen und der lokalen Brotknappheit unzufrieden war. Sie erstelle daher eine Facebook-Gruppe und rief einen Generalstreik aus. |
12 | এরপর তিনি গ্রেফতার হন এবং পরে (ছাড়া পাবার পর) তিনি নিখোঁজ হয়ে যান। | Dann wurde sie verhaftet und verschwand danach. |