# | ben | deu |
---|
1 | পোল্যান্ড: আত্মা শান্তিতে ঘুমাক, কৃষ্ণ শনিবার, ১০. | Polen: R.I.P. Schwarzer Samstag 10.04.2010 |
2 | ০৪.২০১০ ওয়ারশতে প্রজ্বলিত মোমবাতি, ছবি মারিয়া সেইডেল-এর | Kerzen in Warschau, Fotos von Maria Seidel |
3 | যেমনটা আমরা পোলিশ জাতির জীবনে ঘটা বেদনাদায়ক ঘটনার প্রথম ২৪ ঘন্টার মাঝে বাস করছি, এই সময় পোল্যান্ড যখন তার রাষ্ট্রপতি ও অন্য গুরুত্বপূর্ণ ৯৫ জন ব্যক্তিকে হারিয়েছে, তখন সামাজিক প্রচার মাধ্যম সকালের এই শোকাবহ ঘটনার বিভিন্ন প্রতিক্রিয়া তুলে ধরেছে। | In den ersten 24 Stunden nach dieser Tragödie der polnischen Nation zeigen die sozialen Medien verschiedene Reaktionen zu den Ereignissen des heutigen Morgen, als Polen seinen Präsidenten zusammen mit 95 anderen bedeutenden Persönlichkeiten verlor. |
4 | ফেসবুকে, লোকজন নতুন তৈরি করা একটি দলে জড় হয়েছে: | Bei Facebook versammeln sich viele Menschen in neu gegründeten Gruppen: |
5 | [*] স্মোলেনেস্কের কাছে যে সমস্ত পোলিশ নাগরিক নিহত হয়েছেন তাদের জন্য। | [*] Für die Polen, die heute bei Smolensk gestorben sind. |
6 | এই শোকের সময় আমরা একতাবদ্ধ আত্মা শান্তিতে ঘুমাক (রেস্ট ইন পিস বা আর. | Wir sind in der Tragödie vereint R.I.P. Schwarzer Samstag 10.04.2010 |
7 | আই. | |
8 | পি) কৃষ্ণ শনিবার ১০. ০৪.২০১০ এখনো অনেকের এই সত্যটি মেনে নিতে কষ্ট হচ্ছে : | Einige kämpfen noch damit, die Tatsachen zu akzeptieren: |
9 | লুকাসজ সোসিনিস্কি: উন্মাদ! | Verrückt! |
10 | অসম্ভব… আমি এটা বিশ্বাস করি না। | Unmöglich… Ich will das nicht glauben. |
11 | অন্যরা আজকের দিনের এই বিপর্যয়ের কথা স্মরণ করার উপর জোর দিয়েছেন ও কোন এলাকায় এটি ঘটেছে তার উপর: | Andere betonen die Bedeutung der heutigen Katastrophe und des Ortes, an dem es sich ereignet hat: |
12 | গোসিয়া মুটকা : এই ঘটনার সাথে কাতিনে ঘটা হত্যাকাণ্ড এমন এক বিষয় যার কথা পোলিশ জনতা কখনোই ভুলবে না। | Diese Tragödie zusammen mit dem Massaker von Katyn ist etwas, was die Polen nie vergessen werden. |
13 | অনেকেই পুরো ঘটনার দুর্ভাগ্যজনক বিষয়টির তুলে ধরেছেন: | Viele verweisen auf die traurige Ironie des gesamten Unfalls: |
14 | কাতিনের ঘটনায় যারা নিহত হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা সেখানে গিয়েছিল এবং নিজেরাই দুর্ঘটনার শিকার হল…. | Sie flogen zum Gedenken an die Opfer von Katyń und wurden selbst zu Opfern… |
15 | রাষ্ট্রপতি ভবনের সামনের অংশ, ওয়ারশ, ছবি মারিয়া সেইডেল-এর। | Vor dem Präsidentenpalast in Warschau, Foto von Maria Seidel |
16 | সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট ‘নাসকা-ক্লাসা' বেশ কিছু পরিমাণ গুরুত্বপূর্ণ পোস্ট ছাপে, যা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা, জাতির প্রতি বেদনা এবং পুরো দেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পাশে থাকা ব্যক্তিদের প্রতি নতুন এক ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে: | Die Sozial-Networking-Site ‘Nasza-Klasa' hat eine große Anzahl von Berichten mit Beileidsbekundungen an die Familien, Traurigkeit für die Nation und eine Vision der Einheit für das ganze Land um die Person des Präsidenten: |
17 | যখন তিনি জীবিত ছিলেন কেউ তাকে সমর্থন করেছে, অন্যেরা তার বিরোধিতা করেছে। | Zu seinen Lebzeiten gab es welche, die ihn unterstützten, andere waren gegen ihn. |
18 | এই দুর্ঘটনার পর সকলেই তার পেছনে এসে দাঁড়িয়েছে! | Aufgrund der Tragödie unterstützen ihn jetzt alle! |
19 | বিষয়টি বেদনাদায়ক এই কারণে যে, কেবল এই সময়ে তাকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হয়েছিল। | |
20 | যখন তার জীবদ্দশায় তাকে নিয়ে আমরা রসিকতা করতাম…. এখন কেবল বিষাদ এবং শোক, কারণ আমাদের রাষ্ট্রপতি ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন এবং তার সাথে আরো অনেকেও এ জগৎ ছেড়ে চলে গেছে। | Es ist nur traurig, dass er erst jetzt als Präsident anerkannt wird und wir uns zu seinen Lebzeiten über ihn Lustig gemacht haben… jetzt bleibt nur Trauer und Kummer, denn Unser Präsident ist nicht mehr da und viele andere auch nicht. |
21 | এটা বেদনাদায়ক এবং হতাশার বিষয় যে, কেবল এখন তার প্রশংসা (*) করা হচ্ছে. | Es ist traurig und deprimierend, dass er erst jetzt geschätzt wird. |
22 | তার পরিবারের প্রতি তীব্র সহানুভূতি প্রকাশ করা হচ্ছে এবং তারাই এসব করছে, যারা সত্যিকারের অনুতাপ করে!!! | (*) Großes Mitgefühl für die Familien und alle die es wirklich bedauern !!!! |
23 | ওয়ারশ-এ এক কিশোরী স্কাউট, ছবি মারিয়া সেইডেল-এর | Eine Pfadfinderin in Warschau, Foto von Maria Seidel |
24 | যখন সবাই সরকারি বিবৃতির অপেক্ষায়, তখন ফোরাম ও সংবাদের মন্তব্যে, লোকজন এই দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ নিয়ে আলোচনা করতে শুরু করেছে। | Beim Warten auf die offiziellen Erklärungen, beginnen die Menschen jetzt in Foren und Kommentaren zu Nachrichten-Artikeln die eigentlichen Gründe hinter dem Unfall zu diskutieren. |
25 | রোলেড সবচেয়ে বাস্তব কারণগুলোর তালিকা তৈরি করেছে: | Roled listet die Naheliegendsten auf: |
26 | ১ আপনারা পুরনো বাজে একটা যান নিয়ে উড়াল দিলেন, এমন এক যান, যাকে এমনকি পাইলটও ওড়াতে ভয় পাচ্ছিল। | 1. Du fliegst Schrott, vor dem sich sogar die Piloten fürchten. |
27 | ২. আপনারা পুরনো বাজে একটা যান নিয়ে ঝড়ো এক আবহাওয়ায় উড়াল দিলেন, সামনের কোন জিনিস দেখা যাচ্ছিল না এমন আবহাওয়ায়। | 2. Du fliegst alten Schrott unter schwierigen Wetterbedingungen, ohne etwas sehen zu können. |
28 | ৩. আপনারা এই বাজে জিনিসটিকে এমন এক বিমান বন্দরে নামানোর সিদ্ধান্ত নিলেন যা বাজে আবহাওয়া নামার অনুপযুক্ত। | 3. Du beschließt diesen Schrott auf einem Flughafen zu landen, der für solche schwierigen Bedingungen ungeeignet ist. |
29 | ৪. বিমানে ৮০ জন এর বেশি যাত্রী ছিল, প্রধানত তারা ছিল দেশের গুরুত্বপূর্ণ সব ব্যক্তি। | 4. An Bord befinden sich 80+ Leute, hauptsächlich wichtige. |
30 | ৫ এটা একটা সাধারণ জ্ঞানের ব্যাপার যে, এমন এক ব্যক্তি যার অতীত ইতিহাস রয়েছে পাইলটদের জোর করা, যাতে তারা “কম ভয় পায়” [অতীতে খারাপ আবহাওয়া রাষ্ট্রপতির জরুরি অবতরণের অনুরোধ জানানোর কথা উল্লেখ করে], এর ফলাফল, যদি আপনি পরিষ্কার ভাবে দেখতে পারেন, তা হলে তাদের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। | 5. Es ist allgemein bekannt, dass eine gewisse Person bereits in der Vergangenheit Piloten gezwungen hat “weniger Angst” zu haben [bezieht sich auf eine frühere Anweisung des Präsidenten, unter schwierigen Bedingungen zu landen]. Das Ergebnis, wenn man klar überlegt, ist offensichtlich. |
31 | উইজেক_এক্সট্রিমা ধারণা করছেন [পোলিশ ভাষায়]: | Wujek_extrema spekuliert [PL]: |
32 | বেদনাদায়কভাবে, আমি বিশ্বাস করি পাইলটের উপর চাপ প্রয়োগ করা হয়েছিল। | Leider glaube ich auch an den auf die Piloten ausgeübten Druck. |
33 | আমি শুনতে পেয়েছি তাদের একজন বলছে: “আমরা রাশিয়াকে এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেব না, আমরা কি করবো”- বিশেষ করে কাতিন যাবার পথে। | Ich kann einen von ihnen fast hören: “Wir lassen uns von den Russen nicht diktieren, was wir zu tun haben” - vor allem auf dem Weg nach Katyń. |
34 | আন্তর্জাতিকভাবে এটা আমাদের জন্য একটা লজ্জা, যখন তা সরকারি বিষয় হয়ে দাঁড়ায়। | Sobald das offiziell ist, wird es für uns zu einer internationalen Schande werden. |
35 | এনওয়াইসিএইচ রাষ্ট্রপতির হস্তক্ষেপের সম্ভাব্যতার কথা উল্লেখ করছে [পোলিশ ভাষায়]: | nych betrachtet die Möglichkeit, dass der Präsident eingegriffen haben könnte [PL]: |
36 | যদি রাশিয়া তাদের অবতরণ না করার পরমার্শ দিয়ে থাকে, তা হলে আমি নিশ্চিত যে কাসজর [রাষ্ট্রপতি] নিজে ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন, অন্যথায় দেরি করে সিদ্ধান্ত দিয়ে এই দুর্ঘটনা ঘটার অপেক্ষায় থাকতেন না। | Wenn die Russen rieten nicht zu landen, bin ich sicher Kaczor (Präsident) hat persönlich anders entschieden, er wollte sich für die Messe nicht verspäten. |
37 | এক্সওয়াইজেড এই রকম সিদ্ধান্ত নেবার পেছনের সম্ভাব্য কারণ কি হতে পারে তা উল্লেখ করছেন [পোলিশ ভাষায়]: | xyz weist auf die potenziellen Gründe hinter derartigen Entscheidungen hin [PL]: An Bord waren erfahrene Piloten und Generäle. |
38 | অভিজ্ঞ পাইলট এবং জেনারেলরা এই বিমানে ছিলেন। তারা এই রকম আবহাওয়ায় অবতরণ করার ঝুঁকি সম্বন্ধে অবশ্যই অবহিত ছিলেন। | Sie müssen sich über die Landungs Risiken mit dieser Art von Maschine unter diesen Bedingungen im Klaren gewesen sein. |
39 | কোন কোন ব্যক্তির ক্ষেত্রে এ রকম ঘটনা ঘটতে পারে, যারা পরিকল্পিত দেরির কারণে বিমানবন্দর পাল্টানোর উপদেশ গ্রহণ করে/ কোন উৎসব উদযাপনে তাদের অংশ নেওয়াকে অসম্ভব করে তোলে এবং হয়ত তারা অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল-সত্য কি ছিল তা আমরা কখনোই জানতে পারবো না। | Es könnte sein, dass einige Leute den Rat, den Flughafen zu wechseln, als eine geplante Verzögerung betrachtet haben, die es ihnen unmöglich machen sollte, an den Feierlichkeiten teilzunehmen; vielleicht waren sie zu ehrgeizig - wir werden die Wahrheit niemals erfahren. |
40 | পিএফজি একই সাথে এতগুলো কর্মকর্তার একই বিমানে ভ্রমণের মত দায়িত্বহীন কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন [পোলিশ ভাষায়]: | pfg hinterfragt die Verantwortungslosigkeit, so viele Persönlichkeiten im selben Flugzeug reisen zu lassen [PL]: |
41 | আমি বুঝতে পারি না কেন রাষ্ট্রপতি তার এতগুলো সংসদ সদস্য, মন্ত্রী, জেনারেল গাগর ও অন্য সরকারি কর্মকর্তাদের নিয়ে বিমান যাত্রা করেছিলেন। | Ich weiß, dass der Präsident mit Parlamentsabgeordneten, seinen Ministern, General Gągor und anderen flog. |
42 | সামরিক বাহিনীর সকল প্রধানই একই বিমানে যাচ্ছিল-এটা এক অবিশ্বাস্য ব্যাপার। | Aber alle wichtigen Köpfe der Armee in einem Flugzeug - das ist unglaublich. |
43 | যখন আমরা সকলেই এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছি, ওয়াইকপ ব্যবহারকারী এই তথ্যের উপর মনোযোগ দিয়েছে [পোলিশ ভাষায়] বিশ্ব কাতিন হত্যাকাণ্ডের ব্যাপারে সত্যি ঘটনা জানতে পেরেছে। | Während wir immer noch auf Antworten auf diese Fragen warten, konzentrieren [PL] sich die Wykop-Benutzer auf die Tatsache, dass die Welt die Wahrheit über das Massaker von Katyń noch lernen wird. |
44 | হিমাস লিখেছে [পোলিশ ভাষায়]: | Hemus schreibt [PL]: |
45 | @জেমেসিকআর, পুরো ঘটনার বিষাদময় বাস্তবতা সত্ত্বেও, আপনি ঠিকই বলছেন। | @ JamesikR Trotz der Tragik der ganzen Situation hast du recht. |
46 | যদিও এই বিষয়ে আমার অনুভূতি মিশ্র। আমি মনে করি আজকের বেদনাদায়ক ঘটনা হয়ত পশ্চিমের চোখ খুলে দেবে এবং ভবিষ্যৎ-এ আমরা “পোলিশ কনসেনট্রেশন ক্যাম্পের (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের বন্দি শিবির)” -এর কথা শুনবো না। | Auch wenn ich gemischte Gefühle haben, denke ich, dass die heutige Tragödie vielleicht die Augen des Westens öffnen wird und wir in Zukunft keine Erklärungen über die “polnischen Konzentrationslager” hören werden. |
47 | আশা করি ডজন খানেক লোকের মৃত্যু হাজার মানুষের মৃত্যুর ঘটনাকে ঢেকে দেবে না। | Der Tod dieser Dutzende von Leuten wird den Tod von Tausenden nicht in den Schatten stellen. |
48 | ম্যাকজারনি এক ব্যবহারকারী মন্তব্যের পরবর্তী ঘটনাকে অনুসরণ করেছেন, যে দাবি করেছে যে এই দুর্ঘটনা সম্বন্ধে জানার জন্যই কেবল অনেক বেশি লোক প্রধান সার্চ ইঞ্জিনে প্রবেশ করে: | Mczarny antwortet auf die Kommentare der Benutzer, dass das hohe Verkehrsaufkommen bei den wichtigsten Suchmaschinen auf eine einfache Neugier über den Unfall beruht: |
49 | মানবের এই কৌতূহলের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। | Dankt Gott für die menschliche Neugier. |
50 | আমি আর একধাপ এগিয়ে গিয়ে বলতে চাই যে, আজকের এই বেদনাদায়ক ঘটনা উপেক্ষিত হবে না এবং দেখাবে যে, অন্যরা কিসের জন্য লড়াই করছিল- স্মৃতির জন্য। | Ich gehe noch weiter und behaupte, dass die heutige Tragödie nicht umsonst war und zeigen wird, wofür andere gekämpft haben - die Erinnerung. |
51 | বেদনাদায়ক বিষয়টি হচ্ছে, এর জন্য তাদের চড়া মূল্য দিতে হল। | Traurigerweise mussten sie dafür den höchsten Preis bezahlen. |
52 | জ্যাক্সন একটি ইতিবাচক মন্তব্য করেছে [পোলিশ ভাষায়], সেখানে সে উল্লেখ করেছে এটা পোল্যান্ড ও রাশিয়ার সম্পর্ক আরো উন্নত করতে সাহায্য করবে। | Zexon kommentiert [PL] positiv und meint, dass es auch zu besseren Beziehungen zwischen Polen und Russland führen könnte: |
53 | এবং হয়ত এতে পোল্যান্ড-রাশিয়ার সম্পর্ক খানিকটা ভালো হবে। | Und vielleicht gibt es dann eine Verbesserung in den polnisch-russischen Beziehungen. |
54 | সকল পতাকা অর্ধনমিত, ছবি মারিয়া সেইডেল-এর। l | Alle Flaggen auf Halbmast, Foto von Maria Seidel |
55 | ব্লগ ইঞ্জিন ব্লক্স. পিএল, ব্লগে প্রতিক্রিয়ার পরিমাণ বাড়তে থাকার উত্তরে, পাঠকদের আহ্বান জানিয়েছে [পোলিশ ভাষায়] তাদের পোস্টের মন্তব্য বিভাগে, যে সমস্ত মন্তব্য এসেছে সেগুলো সংগ্রহ করার জন্য। | Blogging-Engine blox.pl hat aufgrund der zunehmenden Blog-Reaktionen seine Leser gebeten [PL], ihre Beiträge bei den Kommentaren unterzubringen. |
56 | কিছু ব্লগার যেমন, গ্রেরজেগরজ আজদুকিওয়াজিক সেদিনের ঘটনাবলি সবাইকে জানিয়েছে [পোলিশ ভাষায়], যার মধ্যে ছবিও অর্ন্তভুক্ত ছিল: | Bloggers, wie Grzegorz Ajdukiewicz, teilen ihre Informationen des Tages inklusive Fotos: |
57 | এই বেদনাদায়ক ঘটনটি আমার সারাটি দিন মাটি করে দিয়েছে। | Dieses tragische Ereignis hat meinen Tag völlig durcheinandergebracht. |
58 | আমি ধারাবাহিক ভাবে চলতে থাকবে এক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছিলাম, যার নাম ফোটো ডে (ইতোমধ্যে #৮. | Ich begann damit zu einer Veranstaltung von der Reihe “Photo Day” (bereits Ausgabe #8. |
59 | ০ সংস্করণ পর্যন্ত তৈরি হয়েছে)। | 0) zu gehen. |
60 | সেন্ট্রাল স্টেশনের কাছে যে এলাকাটি পরিষ্কার করা জন্য বন্ধ করে রাখা হয়েছে, সেখানে ডজন খানেক সাংবাদিক জড় হয়েছিল। | In dem für die Sanierung des Hauptbahnhofs geschlossenem Bereich hatten sich Dutzende von Reportern versammelt. |
61 | এদের একজন কথা বলতে বলতে আমাকে অতিক্রম করে গেল। আমি শুনতে পেলাম, “রাষ্ট্রপতি”, “সকলেই নিহত?” | Einer von ihnen ging neben mir und sprach in sein Telefon. |
62 | ইত্যাদি শব্দ উচ্চারণ করছে। আমি মনে করেছিলাম এটা বুঝি কোন রসিকতা (গুজব তৈরির জন্য ভিড়ের মঝে কোন কিছু বলা)। | Ich hörte “Präsident”, “alle tot?” usw. Ich dachte das wäre ein Witz (man sagt etwas in einer Menge, um ein Gerücht zu starten). |
63 | ভূগর্ভস্থ সুরু এলাকা দিয়ে হেঁটে বের হয়ে প্রায় বন্ধ হয়ে যাওয়া শুঁড়িখানায় প্রবেশ করলাম। বিস্মিত হয়ে আবিষ্কার করলাম সেখানে একটা এলসিডি টিভি, সেটা চালু ছিল। | Ich ging aus der stinkenden Untergrund Passage und in eine fast geschlossen Bar, wo, zu meiner Überraschung, immer noch ein Fernseher lief. |
64 | কিছু লোক সেখানে হা করে টিভির পর্দা দৃষ্টি নিবদ্ধ রেখেছিল। তখন সময় ছিল সকাল ৯. | Er war an und ein paar Leute starrten mit offenem Mund. |
65 | ৫৬ মিনিট। এবার সকল কিছু পরিষ্কার হয়ে গেল। | Es war 9.56 Uhr. Alles wurde klar. |
66 | এটা কোন রসিকতা নয়! | Es war kein Witz! |
67 | বেদনাদায়ক ঘটনা! | Leider! |
68 | অন্য ব্যক্তিরা যেমন ইয়েসসস-এর মত লোকেরা, তাদের পোস্টের আকার খুবই ছোট রেখেছে [পোলিশ ভাষায়]: | Andere wie yess hielten ihre Beiträge sehr kurz [PL]: |
69 | লোকজনদের জন্য বেদনাহত। জনতার জন্য আমি দুঃখিত। | Schade um die Leute, es sind die Menschen, um die ich traure. |
70 | রঙ বা মন্তব্যের দিকে আমি তাকাচ্ছি না। | Ich suche keine Farben und Meinungen. |
71 | গভীরভাবে শোকার্ত। | Tieftraurig. |
72 | ব্রানিস্ল কমোরস্কি যিনি পরবর্তী নির্বাচনের পূর্ব পর্যন্ত দেশটিকে পরিচালনা করবেন, তিনি তার রাষ্ট্রীয় ভাষণে[পোলিশ ভাষায়] পোলিশ জনতাকে এই দিনে তাদের অনুভূতির বিষয়টিকে নিশ্চিত করেছেন : | Bronisław Komorowski, der das Land bis zu den nächsten Wahlen führen wird, beruhigte die Polen und ihre Gefühle für diesen Tage mit seiner offiziellen Rede [PL]: |
73 | আজ আমরা জাতীয় এক নাটকীয় ঘটনার আলোকে এক হয়েছি। | Heute sind wir, im Licht des nationalen Drama, vereinigt. |
74 | আজ আমাদের মধ্যে এখানে আলাদা ভাবে কোন বামপন্থী বা ডানপন্থী নেই। | Heute gibt es keinen linken und keinen rechten Flügel. |
75 | চিন্তা এবং বিশ্বাসের ভিন্নতার আজ তেমন গুরুত্ব নেই। | Meinungs- und Glaubensunterschiede sind nicht von Bedeutung. |
76 | আজ আমরা এক হয়েছি, এক ভিষণ নাটকীয়তার কারণে এক হয়ে দাঁড়িয়েছে, অনেক লোকের মৃত্যুতে, এই দুর্ঘটনার যারা শিকার সেই সমস্ত পরিবারের বেদনায় আমরাও অংশীদার এবং মাতৃভূমির প্রিয় মানুষদের মৃত্যুতে উদ্বিগ্ন। | Heute sind wir vereinigt und stehen zusammen vor diesem enormen Drama im Auge des Todes so vieler Menschen. Wir teilen den Schmerz der Familien der Opfer und die Sorgen um unser Vaterland, dass um sie beraubt wurde. |
77 | ওয়ারশ থেকে ছবিগুলো সরবরাহ করার জন্য মারিয়া সেইডেলকে বিশেষ ধন্যবাদ | Einen besonderen Dank an Maria Seidel für die Fotos von Warschau. |