# | ben | deu |
---|
1 | ওবামার বিজয়ের পরেরদিন ইয়েমেনে আবার মার্কিন ড্রোন হামলা | US-Drohnen treffen Jemen einen Tag nach Obamas Sieg |
2 | প্রেসিডেন্ট ওবামার পুণঃনির্বাচনের ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ইয়েমেনে নতুন একটি ড্রোন হামলার আঘাতের খবর এসেছে। | Weniger als 24 Stunden nach Präsident Obamas Wiederwahl erreicht die Nachricht eines neuen Drohnenangriffs den Jemen. |
3 | হামলাটি হয়েছে সানহানের আল সারিন গ্রামে। | Der Angriff war im Dorf al-Sarin in Sanhan. |
4 | নিহত হয়েছে আদনান আল কাধি, রাবেয়া লাহিব এবং রাদওয়ান আল হাশধি, আর হয়েছে আহত একটি ছেলেসহ আরো অনেকে। | Adnan al-Qadhi, Rabeaa Lahib und Radwan al-Hashdhi wurden dabei getötet und weitere verletzt, unter ihnen ein Junge. |
5 | তবে এই হামলা আগের গুলো থেকে ভিন্ন। কারণ সানহান রাজধানী সান'আ থেকে ৪০ কিলোমিটারেরও কম দূরে এবং এটা সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ'র নিজ শহর। | Dieser Angriff ist jedoch anders als die vorherigen, weil Sanhan weniger als 40 km von der Hauptstadt Sanaa entfernt und auch die Heimatstadt des ehemaligen Präsidenten Ali Abdulla Saleh ist. |
6 | অনেক ইয়েমেনি নে্টাগরিকরা উদ্বিগ্ন এবং হতবিহব্বল। | Viele jemenitische Internetnutzer waren alarmiert und bestürzt. |
7 | এখানে তাদের কিছু প্রতিক্রিয়া প্রদত্ত হলো: | Hier einige ihrer Reaktionen: |
8 | ইয়েমেনি এক্টিভিস্ট ইব্রাহিম মোথানা টুইট করেছেন: | Der jemenitische Aktivist Ibrahim Mothana twitterte: |
9 | @আইমোথানাইয়েমেন: আজকের ড্রোন হামলাটি সান'আ প্রদেশের সানহানে, রাজধানীর সবচেয়ে নিকটবর্তীতম। | @imothanaYemen: Heutiger Drohnenangriff traf Sanhan, Sanaas Regierungsbezirk ist der nächste überhaupt zur Hauptstadt. |
10 | # ইয়েমেন | #Jemen |
11 | | @imothanaYemen: Google Map: Distanz zwischen dem Dorf al-Sirin in Sanhan und dem Herzen der Hauptstadt des Jemen: nur 37 Kilometer: https://maps.google.com/maps?saddr=%D8%B5%D9%86%D8%B9%D8%A7%D8%A1%E2%80%8E,+Amanat+Al+Asimah,+%D8%A7%D9%84%D9%8A%D9%8E%D9%85%D9%8E%D9%86&daddr=%2B15%C2%B0+6'+50. |
12 | @আইমোথানাইয়েমেন: গুগল মানচিত্র: সানহানের আল-সিরিন গ্রাম থেকে ইয়েমেনের রাজধানীর কেন্দ্রস্থলের দূরত্ব মাত্র ৩৭ কিলোমিটার এখানে ক্লিক করুন | 76%22,+%2B44%C2%B0+21'+51. 82%22&hl=en&ie=UTF8&sll=15.23384,44.286575&sspn=0. |
13 | সানহান এবং রাজধানী সান'আর মধ্যেকার দূরত্ব প্রদর্শন করা গুগল মানচিত্রের পর্দাছবি | 359746,0.676346&geocode=Fd1A6gAdYI2iAikx94RG1dsDFjFzrIIUepVrpA%3BFXSf5gAdavKkAg&mra=ls&t=m&z=11 … |
14 | @আইমোথানাইয়েমেন: একজন “নোবেল শান্তি বিজয়ী”র “গোপন যুদ্ধ”! | Google Map-Screenshot zeigt die kurze Distanz zwischen Sanhan und der Hauptstadt Sanaa |
15 | জীবন আর বেশি অধিবাস্তব হতে পারবে না #ইয়েমেন | @imothanaYemen: Drohnen-Angriffe in einem “Heimlichen Krieg” eines “Friedens-Nobelpreisträgers”. |
16 | ইয়েমেন ভিত্তিক ফ্রিল্যান্স সাংবাদিক এডাম ব্যানরন টুইট করেছেন: | Das Leben kann nicht noch surrealer werden #Jemen Adam Banron, ein freischaffender Journalist im Jemen, twitterte: |
17 | @এডাম্মব্যারন: আসন্ন> ওবামার পুণঃনির্বাচনের ২৪ ঘন্টার মধ্যে একটি বার্তা হিসেবে সানহানে সন্দেহভাজন মার্কিন হামলা না হতে দেখাটাই দুস্কর… যদি না এটি একটি উস্কানি হয়। | @adammbaron: weniger als 24 Stunden nach Obamas Wiederwahl kommend, ist es schwer den verdächtigen US-Angriff in Sanhan nicht als eine Nachricht zu sehen…oder sogar als Provokation. |
18 | # ইয়েমেন | #Jemen |
19 | ‘শেষ আশ্রয়স্থল: ইয়েমেন আল কায়েদা এবং আরবে মার্কিন যুদ্ধ' গ্রন্থের লেখক গ্রেগরি জনসেন টুইট করেছেন: | Gregory Johnsen, Autor des demnächst erscheinenden Buches “Die letzte Zuflucht: Jemen Al-Kaida und Amerikas Krieg in Arabien”, twitterte: |
20 | @গ্রেগরিডিজনসেন: আজকের হামলাটি যদি সত্যিকার অর্থেই একটি মার্কিন হামলা হয়ে থাকে তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার আছে: ‘আদনান আল-কাধিকে কী আমেরিকার বিরুদ্ধে সক্রিয় ষড়যন্ত্রকারী বিবেচনা করা হয়েছিল? | @gregorydjohnsen: Falls der heutige Angriff tatsächlich eine US-Attacke war, ist eine wichtige Frage: Wurde ‘Adnan al-Qadhi als sich aktiv gegen die US verschwörend angesehen? |
21 | তিনি আরো যোগ করেছেন: | Er fügte hinzu: |
22 | @গ্রেগরিডিজনসেন: এনওয়াইটি (নিউ ইয়র্ক টাইমস) এর নিবন্ধে জিজ্ঞেস করা হয়েছে ওবামা “ড্রোন হামলার উপর তার প্রশাসনের অতি নির্ভরতা পুনর্বিবেচনা” করবে কিনা #ইয়েমেন আজ না সুপারিশ করছে http://nyti.ms/VTrh2e | @gregorydjohnsen: NYT Artikel fragt, ob Obama “das hohe Vertrauen seiner Verwaltung auf Drohnenangriffe überdenken” werde. #Jemen heute deutet auf Nein vor http://nyti.ms/VTrh2e [en] |
23 | জনসেন তার ব্লগের (ওয়াক আল ওয়াক) সর্বশেষ পোস্ট ‘আদনান আল কাধি এবং তার পরের দিন'-এ উল্লেখ করেছেন: | Im letzten Artikel [en] seines Blogs (Waq al Waq) ‘Adnan al-Qadhi and the Day After', weist Johnsen hin: |
24 | এটা (ভেবে দেখা) গুরুত্বপূর্ণ। | Das ist wichtig. |
25 | আমার হিসেব মতে মার্কিন যুক্তরাষ্ট্র এই বছর ৩৭-৫০টি হামলা প্রচেষ্টায় ১০-১৫ জন মানুষ হত্যা করেছে। | Die US haben, meinen Schätzungen nach, dieses Jahr zwischen 37 - 50 Angriffe mit der Absicht 10 - 15 Menschen zu töten ausgeführt. |
26 | তাদের অনেকে এখনও জীবিত (দেখুন: নাসির আল-ওয়াহায়সি, সাঈদ আল-শিহরি, কাসিম আল-রায়মি, ইব্রাহিম আসিরি এবং আরো অনেকে), কিন্তু ইয়েমেনের জনগণ মারা যাচ্ছে। | Viele dieser 10 - 15 Menschen leben noch (siehe Nasir al-Wihayshi, Said al-Shihri, Qasim al-Raymi, Ibrahim Asiri und so weiter), aber Leute im Jemen sterben. |
27 | মার্কিন নির্বাচনের ফলাফলের আগে এক্টিভিস্ট এবং ফিলিস্তিনি কবি রেমি কানাজি টুইট করেছেন: | Vor den US-Wahlergebnissen twitterte der palästinische Aktivist und Poet Remi Kanazi: |
28 | @রেমরুম: আমার নাম বারাক ওবামা এবং আমি এই বোমাবর্ষণ অনুমোদন করেছি। | @Remroum: Mein Name ist Barack Obama und ich stimme diesem Bombenangriff zu. |
29 | #আফগানিস্তান #পাকিস্তান #ইয়েমেন #নির্বাচন২০১২ | #Afghanistan #Pakistan #Jemen #Wahl2012 |
30 | ইয়েমেনি ব্লগার আফরাহ নাসের ব্যঙ্গাত্মকভাবে টুইট করেছেন: | Der jemenitische Blogger Afrah Nasser twitterte sarkastisch: |
31 | @আফরাহনাসের: “হ্যাঁ আমরা # ড্রোন করতে পারি” #ওবামা #ইয়েমেন #সোমালিয়া #পাকিস্তান | @Afrahnasser:”Yes We Can #Drohnen!” #Obama #Jemen #Somalia #Pakistan |
32 | তারপরও শুধুমাত্র ইয়েমেনিরা নয় অনেক আরব নেটনাগরিক স্বস্তি পেয়েছে যে মিট রমনি নির্বাচনে জেতেন নি। কারণ অনেকে তাকে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে' আরো বেশি আগ্রাসী বিবেচনা করেছিল। | Trotzdem waren viele arabische Netzbürger, nicht nur aus dem Jemen, erleichtert, dass Mitt Romney die Wahl nicht gewann, da viele glaubten, dass er im ‘Kampf gegen den Terror' aggressiver wäre. |
33 | তথাপি সাম্প্রতিক হামলাটি থেকে মনে হচ্ছে, ওবামা একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন যে ইয়েমেন সম্পর্কিত তার নীতির কোন পরিবর্তন হচ্ছে না। | Dennoch scheint es aufgrund des letzten Angriffs, dass Obama die klare Botschaft schickt, dass sich sein Vorgehen im Jemen nicht ändern wird. |
34 | তবে (কথা হচ্ছে) ইয়েমেন আর কতদিন ড্রোন সহ্য করবে? | Wie dem auch sei, wie lange kann der Jemen noch weitere Drohnen ertragen? |
35 | ওয়েদাদ আবুদ টুইট করেছেন: | Wedad Abood twitterte: |
36 | @ওয়েদাদআবুদ: @বারাকওবামা আরো ৪বছর #ড্রোন হামলা করে নিরপরাধ মানুষ হত্যা, নারী ও শিশুদের ভুলে যাবেন না #কোনড্রোননয় #ইয়েমেন | @WedadAbood: @BarackObama weitere 4 Jahre #Drohnenangriffe die unschuldige Menschen töten, nicht zu vergessen Frauen & Kinder #KeineDrohnen #Jemen |