Sentence alignment for gv-ben-20151117-50722.xml (html) - gv-deu-20151117-33340.xml (html)

#bendeu
1গ্লোবাল ভয়েসেস এর হিশাম আলমিরাত মরোক্কোতে বিচারের সম্মুখীনGlobal Voices’ Hisham Almiraat in Marokko vor Gericht
2মরোক্কোর এল জাদিদা শহরে তার তার নিজ বাড়িতে হিশাম আলমিরাত।Hisham Almiraat in seiner Heimatstadt El Jadida, Marokko im Oktober 2013.
3অক্টোবর ২০১৩।Photo by Ellery Biddle.
4ছবি এলেরি বিডলের সৌজন্যে। ক্লডিও গুয়ারনিয়েরি এই পোস্টটিতে অবদান রেখেছেন।Die deutsche Übersetzung des Artikels erschien zunächst auf Netzpolitik.org, wir verwenden die Übersetzung mit freundlicher Genehmigung.
5হিশাম আলমিরাত পেশায় একজন ডাক্তার এবং গ্লোবাল ভয়েসেসের দীর্ঘ সময়কার কমিউনিটি নেতা।Der Arzt, Aktivist und Global-Voices-Blogger Hisham Almiraat steht in dieser Woche in Marokko vor Gericht.
6তিনি এই সপ্তাহে মরক্কোতে বিচারের মুখোমুখি হচ্ছেন “রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকিতে ফেলার” অভিযোগে।Almiraat wird eine „Gefährdung der inneren Sicherheit des Staates“ vorgeworfen.
7আলমিরাতের সাথে সাথে অভিযুক্ত হচ্ছেন মরক্কোর সুশীল সমাজের আরও চার সক্রিয় কর্মী- ইতিহাসবিদ মাতি মঞ্জিব, সাংবাদিক সামাদ আয়াচ ও মোহাম্মদ এলসাবর, এবং মুক্ত মত প্রকাশে সক্রিয় হিসাম মানসুরি।Neben Almiraat sind vier weitere zivilgesellschaftliche Aktivisten angeklagt: Der Historiker Maâti Monjib, die Journalisten Samad Iach und Mohamed Elsabr sowie der Anwalt Hicham Mansouri, der sich für eine freie Presse einsetzt.
8মুক্ত মত প্রকাশের সমর্থনকারীরা এবং বিভিন্ন গণমাধ্যমের অধিকার নিয়ে কাজ করা কর্মীরা মোটামুটি একমত যে মরক্কোর সরকারের নীতি ও কার্যকলাপের যারা সমালোচনা করে তাদের থামানোর এটি একটি প্রচেষ্টা।Bürgerrechtsgruppen wie Human Rights Watch und das Committee to Protect Journalists werten den Vorgang als Versuch der marokkanischen Regierung, Kritiker an ihrer Politik zum Schweigen zu bringen.
9আলমিরাতের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে “আমার উপরে তাদের নজর” নামে মরক্কোতে প্রযুক্তিগত নজরদারির উপর একটি গবেষণা প্রতিবেদনের জন্যে কাজ করা।Almiraat bloggt seit 2009 für Global Voices und war von 2012 bis 2014 Leiter des Global Voices Advocacy Plattform.
10তিনি ২০০৯ সাল থেকে গ্লোবাল ভয়েসেস এর জন্য লিখছেন এবং ২০১২-২০১৪ পর্যন্ত এই কমিউনিটির এডভোকেসি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।Unter den Beweismitteln der nun erfolgten Anklage findet sich auch seine Aussage für den Bericht „Their Eyes on Me“.
11উক্ত প্রতিবেদন লন্ডন ভিত্তিক এনজিও প্রাইভেসি ইন্টারন্যাশনাল এবং আলমিরাতের সহায়তায় গঠিত মরক্কোর শুধী সমাজের একটি সংগঠন এসোসিয়েশন দো দ্রোয়া নুমেরিক (এসোসিয়েশন ফর ডিজিটাল রাইটস) এর সহযোগিতায় প্রকাশিত হয়।Den Bericht über technologische Überwachung in Marokko hatte die Londoner NGO Privacy International in Zusammenarbeit mit der Association des Droits Numériques (Association for Digital Rights) veröffentlicht. Die ADN ist eine marokkanische Bürgerrechtsorganisation, die Almiraat mitbegründet hatte.
12ইন্দোনেশিয়ায় আইজিএফ ২০১৩ সম্মিলনে হিশাম আলমিরাতের, নিঘাত দাদ, সানা সালিম এবং এলেরি বিডল।Hisham Almiraat, Nighat Dad, Sana Saleem und Ellery Biddle auf dem Internet Governance Forum in Indonesien.
13ছবি এলেরি বিডল এর সৌজন্যে।Photo courtesy of Ellery Biddle.
14এ বছর সেপ্টেম্বরে আলমিরাত ও তার সহকর্মী কারিমা নাদিরকে মরোক্কোর জুডিশিয়াল পুলিশ (বিএনপিজি) কাসাব্লাংকা শহরে জিজ্ঞাসাবাদ করেছিল।Im September 2015 bereits hatte Marokkos National Brigade for the Judicial Police (BNPJ) Almiraat und seinen Kollegen Karima Nadir, Vizepräsident der ADN, in Casablanca befragt.
15কর্তৃপক্ষ তাদের কাজ এবং প্রাইভেসি ইন্টারন্যাশনালের সাথে তাদের সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল।Dabei sollten diese Details über ihre Arbeit und die Verbindung zu Privacy International preisgeben.
16স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপর মরক্কো অনলাইন নজরদারির উপর করা উপরোক্ত প্রতিবেদন বিষয়ে একটি বিচার বিভাগীয় অভিযোগ দায়ের করেন।Das Innenministerium hat im Nachgang eine juristische Beschwerde wegen des gemeinsamen „Their Eyes on Me“-Reports eingereicht.
17আলমিরাত মরক্কোর সুশীল সমাজের একজন হিসাবে এবং একজন পেশাজীবী চিকিৎসক হিসেবে মরক্কোবাসির দেখভাল এবং জীবন উন্নত করার জন্য কাজে তার প্রাপ্তবয়স্ক জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন। রাতে চিকিৎসাবিজ্ঞান অধ্যয়ন ও দিনে একটি আপৎকালীন কক্ষ চিকিৎসক হিসেবে কাজ করার ফাঁকে আলমিরাত তার নিজের ব্লগে এবং গ্লোবাল ভয়েসেস এর জন্য লিখেছেন।Almiraat hat sich zeitlebens dafür eingesetzt, das Leben und die materiellen Lebensbedingungen in Marokko zu verbessern, als Anwalt der Zivilgesellschaft wie als Arzt. Schon während seines Medizinstudiums und seiner Tätigkeit in der Notaufnahme hat Almiraat für seinen eigenen Blog und für Global Voices geschrieben.
18এ ছাড়াও তিনি নাগরিক মিডিয়া প্রকল্প টক মরক্কো ও মামকাফিঞ্চ গঠন ও পরিচালনায় সহায়তা করেছেন।Außerdem gründete er die Plattformen für Bürgerjournalismus „Talk Morocco“ und - mit einer Gruppe von Menschenrechtsanwälten - „Mamfakinch“.
19বিশেষ করে মামকাফিঞ্চ প্রকল্পটি আলমিরাত কতিপয় মানবাধিকার কর্মীর একটি গ্রুপ এর সাহায্যে গঠন করেন যা ২০১১-১২ সালে সামাজিক বিপ্লবের সময় মিডিয়া কাভারেজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই প্রতিবাদ আন্দোলনের জন্যে জনমত গঠনে সাহায্য করে।Mamfakinch berichtete von den sozialen Unruhen im Marokko der Jahre 2011 und 2012. Die Plattform spielte eine zentrale Rolle dabei, für die Protestbewegung zu mobilisieren.
20সেই সময় আলমিরাত এবং তার মামকাফিঞ্চ এর সহকর্মীরা তাদের কম্পিউটার সিস্টেমে সারভেইলেন্স সফটওয়ার এর উপস্থিতি টের পায় এবং সন্দেহ করে যে তাদের গতিবিধি ও অনলাইন যোগাযোগ পর্যবেক্ষণ করা হচ্ছে।Während dieser Zeit waren Almiraat und seine Mamfakinch-Kollegen Ziel von Überwachungsmaßnahmen. Ihre Computer wurden infiziert und sie sorgten sich immer mehr, dass ihre Kommunikation abgehört wird.
21পরে টরন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ল্যাবে এ বিষয়ে গবেষণা করে তা নিশ্চিত করা গেছে।Diese Sorgen bestätigte später eine Untersuchung des Citizen Labs der University of Toronto.
22গত জুলাইতে ইতালি ভিত্তিক নজরদারি সফটওয়্যার কোম্পানি হ্যাকিং টিম এর ফাইল থেকে তথ্য ফাঁসের পর দেখা যায় যে মরক্কোর সরকারী সংস্থা কন্সেই সুপিরিওর দো লা ডিফেন্স ন্যাশনাল ২০১২ সালে হ্যাকিং টিম সফটওয়্যার ক্রয় করেছেন।Entsprechende Leaks von Juli 2015 zeigten auch, dass der Conseil Superieur De La Defense Nationale, eine marokkanische Regierungsorganisation, 2012 Überwachungssoftware des italienischen Unternehmens Hacking Team gekauft hatte.
23আলমিরাত তার দেশের একটি শক্তসমর্থ মিডিয়া পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছিলেন এবং মুক্ত মত প্রকাশের এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আন্তর্জাতিক মানবাধিকার মান সমুন্নত রাখার জন্যে তার সরকারের ওয়াদার জবাবদিহিতার ব্যপারে কথা বলেছেন।Almiraat ging es vor allem darum, die kritische Berichterstattung in seiner Heimat zu unterstützen und die Regierung daran zu erinnern, dass sie sich international zu den Menschenrechten auf Privatsphäre und eine freie Meinungsäußerung verpflichtet hat.
24গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় হিশামের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবস্থান নিয়েছে এবং সারা বিশ্বের পাঠকদের আমন্ত্রণ জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার সমর্থনে মত প্রকাশের জন্যে এবং এখানে ওখানে পাওয়া যাওয়া তার গল্প/রিপোর্ট পড়া ও শেয়ার করার জন্যে।Die Gemeinschaft um Global Voices stellt sich solidarisch hinter Hisham und fordert die Leser*innen rund die Welt auf, seinen Fall über die sozialen Medien zu verbreiten - wie auch seine Geschichten, die sich hier und hier finden.
25খুব শীঘ্রই আমরা এই মামলা সম্পর্কে আরো তথ্য প্রকাশ করব এবং তার সমর্থনে একটি উন্মুক্ত বিবৃতি প্রকাশ করব।In Kürze wird Global Voices weitere Details über die Anklage sowie einen Unterstützungsbrief veröffentlichen.