# | ben | deu |
---|
1 | সিরিয়া যুদ্ধের এই ভিডিওতে কি যুদ্ধরত ইরানিদের দেখা যাবে ? | Zeigen diese Videos Iraner im Kriegseinsatz in Syrien? |
2 | ইরান সিরিয়ার বর্তমান শাসন ব্যবস্থাকে সমর্থন করে, এটা সবার জানা থাকলেও সিরিয়ার মাটিতে ইরানের সরাসরি জড়িত থাকার প্রমাণ খুব সামান্যই। | Dass der Iran das Regime in Syrien unterstützt [en] ist weithin bekannt. |
3 | এখন একটি ভিডিও সিরিজে সামরিক ইউনিফর্ম পরিহিত ফার্সি ভাষী একজনকে দেখার অর্থ হচ্ছে, সিরিয়ার ভিতরে তাঁরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিপথে চলে যাওয়া সরকারি বাহিনীর সঙ্গেও কাজ করছে। | Bislang gab es jedoch wenige Beweise für eine direkte Beteiligung vor Ort. Derzeit macht eine Reihe von Videos im Internet die Runde, in denen offensichtlich persisch-sprechende Personen in Militäruniform gezeigt werden [fa], die in Syrien operieren [en] und mit den Regierungstruppen zusammenarbeiten. |
4 | স্পষ্টত, সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সৈন্যদের দমন করেছে এবং সিরিয়ানদের সঙ্গে কাজ করা ইরানী সামরিক উপদেষ্টা কি ধরণের কাজ করতে পারেন তাঁর একটা ভিডিও ফুটেজও তাঁরা পেয়েছে। | Offensichtlich haben syrische Rebellen regierungstreue Truppen von Präsident Bashar al-Assad überrannt [en] und sind dabei in den Besitz von Videomaterial gekommen, auf dem augenscheinlich iranische Militärberater gezeigt werden, die mit den Syrern kooperieren. |
5 | উপরে ভিডিওর মানুষটিকে ফার্সিতে কথা বলতে শোনা যাচ্ছে এবং তেহরানের একটি ফোন নম্বরের জন্য তিনি কেউকে জিজ্ঞেস করছেন। | Man hört den Mann in dem Video auf Persisch reden und nach einer Telefonnummer in Teheran fragen. |
6 | নিউ ইয়র্ক টাইমসের মতে, ভিডিওটি ব্যাপকভাবে আন্তর্জাতিক মিডিয়াতে শেয়ার করা হয়েছে। যদিও স্বাধীনভাবে তাদের দাবি যাচাই করা কঠিন। | Laut New York Times wurden die Videos in den internationalen Medien weit verbreitet, obgleich eine unabhängige Überprüfung der Behauptungen schwer fällt. |
7 | ইরান থেকে রিপোর্ট অনুযায়ী, দ্যা লেজ ব্লগ ধারণা করছে, ফুটেজটি সম্ভবত একজন ইরানী তথ্যচিত্র চলচ্চিত্রকার দ্বারা রেকর্ড করা হয়ে থাকতে পারে। জনশ্রুতি আছে, তাঁকে সিরিয়ায় হত্যা করা হয়। | The Lede Blog [en] spekuliert, gestützt auf Berichte aus dem Iran, dass das Filmmaterial von einem Iranischen Dokumentarfilmer aufgenommen wurde, der Berichten zufolge in Syrien getötet wurde. |
8 | রাস্তায় ইরানিরা | Iraner auf der Landstraße |
9 | আরেকটি চলচ্চিত্র কথোপকথনে গাড়িতে দু জন ইরানি বলছেন, নির্দেশনা দিতে সক্ষম এবং নেতৃত্বের জন্য তাঁদের বিশেষ মানুষের প্রয়োজন। | Aus einem anderen aufgenommenen Gespräch zwischen zwei Iranern in einem Fahrzeug geht hervor, dass Spezialisten für Führung und Leitung benötigt werden. |
10 | ড্রাইভার বলেছেন, “এই অংশ থেকে তাঁরা [বিদ্রোহীদের] অনেক কষ্টে নির্মূল হয়েছে “। | Der Fahrer gibt an, dass „es schwierig war, sie [die Rebellen] aus diesem Gebiet zu vertreiben. “ |
11 | বহুবার তারা সামরিক বাহিনীকে অতিক্রম করেছে এবং ড্রাইভার একবার বলেছেন, এরা হচ্ছে রাষ্ট্রপতির রক্ষীবাহিনী। | Sie passieren mehrmals Militärtruppen, und einmal sagt der Fahrer, dass es sich um Soldaten des Präsidenten handelt. |
12 | ইরানী ড্রাইভার এবং সিরিয়ার সৈন্যদের মধ্যে আরবিতে একটি কথোপকথনও সেখানে আছে। | Es findet auch eine Unterhaltung auf Arabisch zwischen dem iranischen Fahrer und den syrischen Soldaten statt. |
13 | সামরিক বাহিনীর ইরানীদের বিশ্রাম | Iranische Soldaten ruhen sich aus |
14 | ইরানী “কমান্ডার” | Iranischer “Befehlshaber” |
15 | একজন ইরানী কমান্ডার বলেছেন, “আমরা মাঠের বাম অংশে সৈন্য পাঠিয়েছি”। | Ein iranischer Befehlshaber sagt “Wir haben Truppen auf die linke Seite des Geländes geschickt.” |