# | ben | deu |
---|
1 | মিশরীয় প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী সিসি; একমাত্র বিরোধীদলীয় নেতা সাবাহি তৃতীয় | Sisi gewinnt ägyptische Präsidentschaftswahlen, einziger Gegner Sabahi wird Dritter |
2 | কয়েক বছরের মধ্যে হওয়া তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচনে মিশর একজন নতুন প্রেসিডেন্ট পেল। | |
3 | জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। | Ägypten hat einen neuen Präsidenten. |
4 | তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী হামদিন সাবাহিকে হারিয়ে তিনি শীর্ষস্থান দখল করেছেন। | Das waren die dritten Wahlen, die Ägypten in so vielen Jahren erleben durfte. |
5 | বিরোধীদলীয় নেতা সাবাহি হয়েছেন তৃতীয়। তিন দিন ধরে ভোট গ্রহণ শেষে নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। | General Abdel Fattah Al-Sisi hat einen erdrutschartigen Sieg eingefahren und damit seinen einzigen Gegner, Hamdeen Sabahi, auf den dritten Platz verwiesen. |
6 | রিপোর্ট অনুযায়ী, সিসি শতকরা ৯৩. ৩ শতাংশ ভোট পেয়ে জিতেছেন। | Nach drei Tagen der Stimmabgabe sind jetzt die vorläufigen Ergebnisse veröfentlicht worden. |
7 | হামদিন পেয়েছেন শতকরা ৩ শতাংশ ভোট এবং শতকরা ৩. ৭ শতাংশ ভোট বাতিল বলে ঘোষণা করা হয়েছে। | Sisi hat 93,3 Prozent der Stimmen gewonnen, Hamdeen drei Prozent, wobei 3,7 Prozent der Stimmen für ungültig erklärt wurden. |
8 | নেটিজেনরা এই খবরের প্রতিক্রিয়ায় টুইটারে তিক্ত মন্তব্য করেছেন। | Auf Twitter reagieren die Netzbürger mit Sarkasmus und spöttischen Bemerkungen. |
9 | মিশরের আইদা এলকাশেফ [আরবি] বলেছেনঃ | Die Ägypterin Aida Elkashef sagt [ar]: |
10 | প্রেসিডেন্ট নির্বাচনের যে ব্যাপারটিতে আপনি একই সাথে হাসবেন এবং কাঁদবেন তা হচ্ছে এখানে মাত্র দুইজন প্রার্থী ছিলেন। বাতিল হয়ে যাওয়া ভোটগুলোর সংখ্যা ঘোষণা করার পরে হামদিন তৃতীয় স্থান লাভ করেছেন। | Zum Lachen und zum Heulen, dass es bei den Wahlen nur zwei Kandidaten gab und Hamdeen trotzdem den dritten Platz belegt, nachdem Stimmen für ungültig erklärt wurden. |
11 | শেরিফ গাবের জিজ্ঞাসা করেছেনঃ | Sherief Gaber fragt: |
12 | ২০১১ সালের বিপ্লব যদি গণজাগরণ হয়ে থাকে, তবে কি আমরা সিসি'র প্রতি এমন অতি উৎসাহী প্রতিক্রিয়াকে গণ অধঃপতন বলতে পারি ? | Wenn 2011 ein Aufstand war, können wir dann diese lustlose Antwort auf Sisi als Niedergang bezeichnen? |
13 | এদিকে মিশরীয় হোসাম আল সোক্কারি উল্লেখ [আরবি] করেছেনঃ | Und der Ägypter Hosam El Sokkari stellt fest [ar]: |
14 | মনুষ্য জাতি হচ্ছে একটি ভোট দেয়ার প্রাণী (এটা ছাড়া তাঁর আর কোন মূল্য নেই) | Der Mensch ist ein wählendes Tier (sonst wäre er wertlos). #WeisheitDerWoche |
15 | অতঃপর, নাবিল অবাক হয়েছেন যে কেন জনগণ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। কারন, সাবাহি তো প্রতিযোগীতার যোগ্যই ছিলেন না। | Unterdessen fragt sich Nabeel, warum die Leute sauer sind, dass Sabahi für den Konkurrenzkampf nicht gut aufgestellt war. |
16 | তিনি জিজ্ঞাসা করেছেনঃ | Er fragt: |
17 | আমরা হামদিনকে কেন দোষ দিচ্ছি ? | Aber warum schieben wir das auf Hamdeen? |
18 | কারন, তিনি খুব সামান্য ভোট পেয়েছেন ? | Wegen der wenigen Stimmen? |
19 | এমন মূহুর্তের কথা কে চিন্তা করতে পেরেছে যে তিনি কখনও জিততে পারেন ? | Hat irgendjemand für nur einen Moment lang angedeutet, er könne gewinnen? |
20 | সিসি বিপুল সংখ্যক ভোট পেয়ে বিজয়ী হওয়া সত্ত্বেও আমরো আলি তাকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেনঃ | |
21 | সিসি কখনোই নাসেরের মতো হতে পারবেন না। | Trotz Sisis erdrutschartigen Sieg, provoziert Amro Ali: |
22 | ১৯৫৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নাসেরের মতো শতকরা ৯৯. ৯ শতাংশ ভোট না পাওয়া পর্যন্ত তিনি নাসেরের মতো হতে পারবেন না। | Sisi wird nie wie Nasser sein, da er niemals an Nassers 99,9 prozentigen “Sieg” bei den Wahlen 1956 herankommen wird. |
23 | লেবাননের ব্যঙ্গ - রচয়িতা কার্ল শ্যারো আরও বলেছেনঃ | Der libanesische Satiriker Karl Sharro fügt hinzu: |
24 | আপনারা শুধু বলেন, সিসি সম্ভবত কখনোই শতকরা ১০০ ভাগের বেশি ভোট পেতে পারবেন না। আপনারা এমন কথা বলেন নিজেদেরকে সব সময় সঠিক মনে করা আধিপত্যবাদী গণনার কারনে। | Ihr behauptet ja nur, dass Sisi nicht mehr als 100 Prozent der Stimmen kriegen kann, weil eure Mathematik so ethnozentristisch und hegemonial ist. |
25 | বাহরাইনের আবু ওমর আল শাফি মনে করেন, বাহরাইনও একই পরিস্থিতির শিকার। | Aus Bahrain zieht Abo Omar Al Shafee Parallelen zu Bahrain. |
26 | তিনি টুইট করেছেনঃ | Er twittert: |
27 | মিশরের প্রেসিডেন্ট নির্বাচনের সফলতার মতো বাহরাইনেও নিশ্চিতভাবে সংসদ নির্বাচন সফল হতে যাচ্ছে। | So wie die Präsidentschaftswahlen in Ägypten ein voller Erfolg waren, werden auch die Parlamentswahlen in Bahrain erfolgreich sein. |
28 | যারা নির্বাচন বর্জন করবেন তাদের জন্য কোন সান্ত্বনা পুরষ্কার থাকবে না। | Und für die, die die Wahlen boykottieren, wird es nachher keinen Trost geben. #GutenMorgen hahahaha |
29 | আর পরিশেষে মিশরীয় সক্রিয় কর্মী আলা আব্দেল ফাত্তাহ টুইট করেছেনঃ | Abschließend twittert der ägyptische Aktivist Alaa Abdel Fattah: Sisi, du hast dich als ein totaler Idiot erwiesen. |
30 | সিসি, আপনি শেষ পর্যন্ত একজন গাধা বলে প্রমাণিত হলেন। | [In Anlehnung an den Hashtag “Mubarak erweist sich als Dieb“.] |