Sentence alignment for gv-ben-20071203-447.xml (html) - gv-deu-20071203-203.xml (html)

#bendeu
1বিশেষ প্রতিবেদন: মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া ২০০৭Sonderseite: Nahostfrieden 2007
2মধ্য প্রাচ্যের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষন করে রেখেছে গত প্রায় অর্ধ দশক।Die Nahostfrage macht seit über einem halben Jahrhundert Schlagzeilen in der internationalen Presse.
3এখন ওই অঞ্চলের নেটিজেনরা তাদের জীবন ছুয়ে যাওয়া বিষয় আর তাদের দেশের নিরাপত্তা আর স্থিতিশীলতার বিষয়ে তাদের মতামত দিচ্ছেন ।Nun sind die Netizens der Region an der Reihe, ihre Meinung zu sagen und ihre Ansichten über Ereignisse mitzuteilen, die ihr Leben sowie die Sicherheit und Stabilität der Länder, in denen sie leben beeinflussen.
4মধ্য প্রাচ্যে কি কখনও শান্তি আসবে?Wird es im Nahen Osten jemals Frieden geben?
5নভেম্বররে শেষে ইসরাইল আর ফিলিস্তিনি নেতারা আবার যুক্তরাষ্ট্রে মিলিত হয়েছেন শান্তি আলোচনার জন্য , কিন্তু সত্যিকার অগ্রগতির নমুনা পাওয়া যাচ্ছে না।Die Staatsoberhäupter von Israel und Palästina sind Ende November wieder einmal zu Friedensverhandlungen in die USA gereist, aber ein Beweis für echten Fortschritt ist nicht in Sicht.
6সাধারন নাগরিক কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে ?Wie reagieren die Bürger darauf?
7দেশে থাকা মানুষ কি বলছে?Was sagen die Menschen vor Ort?
8গত কয়েক দিন ধরে মানুষের অনুভুতি তীব্র হচ্ছে আর মধ্য প্রাচ্যের ব্লগাররা তাদের নৈরাশা , আশা, বাস্তব অভিজ্ঞতা, আর শান্তির দীর্ঘ ও অমসৃন পথের কথা বলেছেন ।In den vergangenen Tagen waren die Emotionen sehr erhitzt und Blogger im Nahen Osten gaben ihrem Frust, ihren Hoffnungen und eigenen Erlebnissen auf dem langen, steinigen Weg zum Frieden Ausdruck.
9আমরা এই সব লেখা একটি বিশেষ প্রতিবেদনের পাতায় একত্র করেছি যার মধ্যে ওই অঞ্চলের বাহরাইন থেকে মরক্কো পর্যন্ত ব্লগারদের সরাসরি মতামত, তারা কি লিখছে আর তাদের ভবিষ্যতের কথা আছে ।Wir haben diese Posts auf einer Sonderseite (En) gesammelt. Sie enthält Live-Feeds mit Texten von Bloggern aus der Region, von Bahrain bis Marokko, über ihre Hoffnungen für die Zukunft.
10তাদের অনুভুতিগুলোর মধ্যে রয়েছে নৈরাশ্য থেকে আশাবাদ আর একটি সাধারন বিষয় তাদেরকে এক করেছে - আগামীর জন্যে চিন্তা ।
11উক্ত পাতায় গ্লোবাল ভয়েস ব্লগারদের নানামুখী প্রতিক্রিয়া লিপিবদ্ধ করেছে । এটাই সব না।Und das ist noch nicht alles.
12রয়টার আমাদের এই কাভারেজের লাইভ ফিড প্রদর্শন করছে এখানে, যার ফলে ব্লগাররা মূলধারার মিডিয়াতে তাদের মতামত প্রকাশের সুযোগ পাচ্ছে এবং ইতিহাস রচিত হচ্ছে ।Reuters übermittelt unsere Live-Feeds jetzt auch hier, um Bloggern eine Stimme zu geben und die Möglichkeit, einen Beitrag zu konventionellen Medien zu leisten, während Geschichte geschrieben wird. Geschrieben von Amira Al Hussaini.