Sentence alignment for gv-ben-20150208-47189.xml (html) - gv-deu-20150419-27649.xml (html)

#bendeu
1কিরগিজস্তানের মেয়েদের নিয়ে প্রথম গল্পErste Geschichten aus dem Leben von Mädchen in Kirgisistan
2রাইজিং ভয়েসেসের অনুদান প্রকল্পের হালনাগাদ দুই মাস হল আমরা আমাদের নিজেদের গল্পগুলো লেখা এবং সেগুলো আমাদের ব্লগে প্রকাশ করতে শুরু করেছি।Neueste Nachrichten aus einem Projekt, das von Rising Voices gefördert wird Vor zwei Monaten haben wir damit begonnen, unsere eigenen Geschichten zu schreiben und auf unserem Blog zu veröffentlichen.
3এরপর আমরা কিরগিজস্তানের বিভিন্ন জেলা থেকে আরও অনেক মেয়ের গল্প সংগ্রহ করতে শুরু করি।Dann haben wir angefangen, Erzählungen anderer Mädchen aus allen Teilen Kirgisistans zu sammeln.
4তাদের সবার গল্পই বৈচিত্র্যময়।Ihre Geschichten sind alle sehr unterschiedlich.
5আমাদের কাছে পাঠানো তাদের ইমেইল বার্তাগুলোতে মেয়েরা তাঁদের কঠোর পরিশ্রম, বৈষম্য এবং কিরগিজস্তানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এবং এসব বিষয়ে তাদের অনুভূতি নিয়ে লিখেছেন।In ihren Nachrichten an uns berichten die Mädchen von harter Arbeit, von Diskriminierung und dem Bildungssystem Kirgisistans und was sie davon halten.
6জিবেক তাঁর ব্লগে লিখেছেনঃJibek schreibt auf dem Blog:
7আমি বিজ্ঞান বিষয়ে পড়াশুনা করতে বেশ আগ্রহী। কারন এ বিশ্ব সম্পর্কে আমাদের অনেক প্রশ্নের উত্তর আমরা বিজ্ঞান থেকে পেতে পারি।Ich interessiere mich für Naturwissenschaften, weil sie für so viele Fragen, die wir in dieser Welt haben, Antworten geben.
8আমার মাকে আমি যখন বললাম, ভবিষ্যতে আমি একজন বিজ্ঞানী হতে চাই, তখন তিনি আমাকে বললেন, তা সম্ভব হবে না। বিজ্ঞান বিষয়ে পড়াশুনা করা আমার জন্য ভালো হবে না।Immer wenn ich meiner Mutter gesagt habe, dass ich Wissenschaftlerin werden möchte, meinte sie, dass das nie dazu kommen werde, dass das nichts für mich sei und dass andere mich nicht ernst nehmen würden.
9আর এতে সমাজের লোকজন আমাকে আন্তরিকভাবে গ্রহণ করবে না।
10নারী সক্রিয়কর্মী ক্লাবের অন্যতম একজন কো-অর্ডিনেটর সম্প্রতি কাজাখস্তানের আলমাতিতে অনুষ্ঠিত “প্রতিটি মেয়ের জন্য কল্যাণকর, উন্নত এবং স্বাস্থ্যকর ভবিষ্যৎ” শীর্ষক একটি সেমিনারে আমাদের দলটিকে উপস্থাপন করেছেন।
11তিনি শেয়ার করেছেনঃ কনফারেন্সটিতে আমি ছাড়া অন্য কোন মেয়ে উপস্থিত ছিল না, অথচ সভার আলোচ্য বিষয় ছিল আমাদের নিয়ে, মেয়েদের সম্পর্কে!Vor kurzem bot eine der Koordinatorinnen des Clubs für Mädchenrechte unserer Gruppe in Almaty in Kasachstan das Seminar “Wohlergehen, Entwicklung und eine gesunde Zukunft für jedes Mädchen” an. Sie berichtet:
12আমরা চাই না অন্যরা আমাদের হয়ে প্রতিনিধিত্ব করুক।Auf der Konferenz waren außer mir keine anderen Mädchen.
13আমরা নিজদের মতামত নিজেদের মতো করে প্রকাশ করতে চাই।Das Thema der Veranstaltung waren aber wir, die Mädchen!
14নিজেদের বিষয়ে নিজেরাই আলোচনা করতে এবং নিজেদের সম্পর্কে নিজেরাই কথা বলতে চাই।Wie möchten nicht, dass jemand anders uns repräsentiert.
15অতীতেও আমরা যখন আমাদের ক্লাবের কার্যক্রম কেবল শুরু করেছি, তখন একই পরিস্থিতি দেখেছি।Wir wollen für uns selbst sprechen, diskutieren und selbst über uns reden.
16প্রতিটি সভাতেই ৩০ থেকে ৫০ উর্ধব বয়সের লোকেরা তরুণদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে থাকেন।Wir haben in der Vergangenheit bereits ähnliches erlebt, ganz zu Beginn, als wir den Club eingerichtet haben.
17আর এসব সভাতে বেশিরভাগ ক্ষেত্রেই কোন তরুণ উপস্থিত থাকেন না।Zu jedem Treffen diskutierten Menschen, im Alter von 30 bis 50 Jahren, das Thema Jugendliche und dabei waren überhaupt kaum Jugendliche anwesend.
18এটি একটি সমস্যা যে লোকেরা মেয়েদের নিজেদের কথাগুলো বলার সুযোগই দিচ্ছেন না।Es ist sehr problematisch, dass die Menschen den Mädchen keine Gelegenheit geben, für sich selbst zu sprechen.
19আমি আমাদের মান নিয়ে এবং কি কি কাজ আমরা সুসম্পন্ন করতে চাই সে সম্পর্কে কথা বলেছি।Ich redete von unsere Werten und davon, was wir erreichen möchten.
20আমি বলেছি, শিশুরা আমাদের ভবিষ্যৎ নয়, তারা আমাদের বর্তমান।Ich sagte, dass Kinder nicht unsere Zukunft seien, sondern unsere Gegenwart.
21আমরা এখানে আছি এবং কাজে নামতে প্রস্তুত।Wir sind hier und wir sind bereit, zu handeln.
22উপস্থিত নারীদের কেউ কেউ কৌতুক করে বলেছেন, ‘আমরাও মেয়ে, তবে ইতোমধ্যে বেশ প্রাপ্তবয়স্ক মেয়েতে পরিনত হয়েছি।'
23বক্তব্য প্রদানের পর প্রকল্পটির সাথে জড়িত মেয়েদের সাথে আমরা সাক্ষাৎ করেছি।Einige Frauen haben scherzhaft gesagt “Wir sind auch Mädchen, aber schon erwachsene Mädchen”.
24এছাড়া আরও দুই জন নতুন মেয়েকে আমরা আমাদের কিরগিজস্তানের মেয়ে সক্রিয়কর্মী দলে যুক্ত করেছি।Danach haben wir Jugendliche aus dem Projekt getroffen und es sind zwei weitere Mädchen zu den Mädchenrechtlerinnen von Kirigisistan gekommen.
25আন্তর্জাতিক মেয়ে দিবস অর্থাৎ ১১ অক্টোবর তারিখকে সামনে রেখে একটি ঐতিহ্যবাহী গল্প বলা চর্চার আয়োজন করা হয়েছে। আমরা এই অনুষ্ঠানটির একটি ভিডিও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি।Wir haben uns entschieden, ein Video für den Internationale Mädchentag am 11. Oktober zu drehen, in dem wir traditionelle Praktiken des Storytelling [Kunst des Erzählens und der mündlichen Überlieferung] verwendet haben.
26“আমাদের দিন, আমাদের কণ্ঠস্বর!”Das Video “Unser Tag, unsere Stimme!” hat Untertitel auf Englisch.
27নামের ভিডিওটি আপনারা (সিসি বোতামে ক্লিক করে) সংলাপের মুদ্রিত অনুবাদ সহ দেখতে পাবেন।