# | ben | deu |
---|
1 | হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ রঙিন ছাতা সমুদ্রে রূপ নিলো | Prodemokratische Demonstranten verwandelten Hongkongs Zentrum in ein buntes Meer aus Regenschirmen |
2 | কাঁদানো গ্যাস থেকে বাঁচতে বিক্ষোভকারীরা ঢাল হিসেবে ছাতা ব্যবহার করছেন। | Demonstranten schützen sich mit Regenschirmen vor Tränengas. |
3 | ছবি তুলেছেন ফি ইয়াং। | Photo von PH Yang. |
4 | গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ছাতা কি কখনো অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে? | Kann ein Regenschirm zum Werkzeug im Kampf für die Demokratie werden? |
5 | আলবৎ পারে। | Absolut. |
6 | হংকংয়ে শান্তিপ্রিয় গণতন্ত্রপন্থীরা সেটাই দেখিয়ে দিয়েছে। প্রকৃত গণতান্ত্রিক নির্বাচনের দাবি আদায়ের বিক্ষোভে তারা মরিচের গুঁড়া, কাঁদানো গ্যাস এবং জলকামানের আক্রমণ থেকে বাঁচতে ছাতাকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। | Die friedlichen Demonstranten in Hong Kong, die echte demokratische Wahlen einfordern, schützen sich mit Regenschirmen vor Pfefferspray und Tränengas und davor, nass zu werden, wenn die Polizei Wasserkanonen einsetzt. |
7 | ২৮ সেপ্টেম্বরে সরকারের প্রধান কার্যালয়ের সামনে ব্যাপক বিক্ষোভ চলার সময়ে একটি ছবি নেয়া হয়েছে। | Eine eindrucksvolle Aufnahme, während des Massenprotestes in der Nähe des Regierungshauptsitzes am 28. |
8 | সেখানে পুলিশের কাঁদানো গ্যাস থেকে বাঁচতে বিক্ষোভকারীদের নানা রঙে রঙিন ছাতা ব্যবহার করতে দেখা গেছে। হংকংয়ের ছাতা আন্দোলন-এর লোগো ডিজাইন করেছেন ক্যারল চ্যান। | September, zeigt eine Vielzahl von Demonstranten mit Regenschirmen in allen Farben, die einen starken Kontrast zu den Schutzuniformen der Polizei bilden. |
9 | এটাতে বলা হয়েছে, “তাইওয়ানে সূর্যমুখী আন্দোলন হয়েছে, আর হংকংয়ে হচ্ছে ছাতা আন্দোলন।” | Carol Chan gestaltete das Design des Posters für die “Regenschirm-Bewegung” in Hong Kong. |
10 | বিদেশী মিডিয়া এই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচীকে “ছাতা বিপ্লব” হিসেবে অভিহিত করেছে। | Es sagt: “Taiwan hat die Sonnenblumen-Bewegung, Hongkong die Sonnenschirm-Bewegung”. |
11 | তবে “হংকং ডেমোক্রেসি নাউ” ফেসবুক পেজ বিদেশী মিডিয়ার অভিধা'র একটু সংশোধনী এনেছে। | Die ausländische Presse gab dem friedlichen Prostest den Namen “Regenschirm-Revolution”. |
12 | তারা একে “ছাতা আন্দোলন” নাম দিয়েছে। তাদের বক্তব্য, ছাতা আন্দোলন বললেই এই কর্মসূচীর চরিত্রের সাথে ভালোভাবে যায়: | Die Facebook-Gruppe “Hong Kong Democracy Now” änderte diesen Titel zur “Regenschirm-Bewegung” um und erklärte schriftlich weshalb: |
13 | বিদেশি মিডিয়া এই আন্দোলনের নাম দিয়েছে “ছাতা বিপ্লব”। | Die ausländische Presse hat diese Bewegung als „Regenschirm-Revolution“ betitelt. |
14 | তবে একে ছাতা বিপ্লব বলা ঠিক হবে না। | Dies ist wohl kaum eine Revolution. |
15 | “ছাতা আন্দোলন” বললেই এটি আন্দোলনের চরিত্রের সাথে ভালোভাবে যায়। | Der Titel „Regenschirm-Bewegung“ passt in diesem Kontext besser. |
16 | আমাদের একমাত্র অস্ত্র হলো ছাতা। হটাৎ বৃষ্টি কিংবা রোদ থেকে বাঁচতে আমরা সবসময়ই ব্যাগে ছাতা রাখি। | Die einzigen „Waffen“, die wir haben, sind allerhöchstens die Regenschirme, die wir, aufgrund des unvorhersehbaren Wetters, immer mit uns in der Tasche tragen. |
17 | হংকংয়ের মানুষ স্বস্তি ছাড়া কিছুই চান না। | Wir Hongkonger wünschen uns nichts mehr als Stabilität. |
18 | আমরা যেমন মেঘাচ্ছন্ন আকাশ দেখতে চাই না, তেমনি চাই না আমাদের ওপর হঠাৎ করে কোনো ঝড় নেমে আসুক। | Da wir jedoch durch den wolkenverhangen Himmel nichts sehen können, wollen wir nicht vom Unwetter überrascht werden. |
19 | “ছাতা আন্দোলন” একটি সুনির্দিষ্ট প্রচারণার প্রতিনিধিত্ব করে। প্রবল বাতাস কিংবা ঝড়ের মুখে আমরা ফেরত যাবো না। | Die „Regenschirm-Bewegung“ repräsentiert eine heitere aber bestimmte Kampagne: Auch wenn wir Sturm und Unwetter näher kommen sehen, so machen wir doch niemals kehrt!“ |
20 | আন্দোলনকারীরা হংকংয়ের কেন্দ্রস্থল দখলের ডাক দিয়েছে। | Die Protestversammlung, genannt Occupy Central, fordert von Peking, den Rahmenbedingungen zur Wahl von Hongkongs Regierungschef zurückzuziehen. |
21 | তাদের দাবি, ২০১৭ সালে হংকংয়ে যে প্রধান কর্মকর্তা নির্বাচন হবে, সেখানে বেইজিং যেন তাদের মনোনীত প্রার্থী দেয়ার বিষয়টি প্রত্যাহার করে একটি গণতান্ত্রিক নির্বাচন দেয়। | Darin wird vorausgesetzt, dass die Anwärter für jenes Amt mehrheitlich von einem festgelegten Komitee unterstützt werden müssen, dessen Mitglieder Befürworter der Politik Pekings sind (und somit der Kommunistischen Partei Chinas). |
22 | বিক্ষোভকারীদের কর্মসূচী অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত অ্যাডমিরালটি হয়ে বাণিজ্যিক এলাকা ক্রসওয়ে বে এবং মংককেও ছড়িয়ে পড়ে। | Die Protestversammlungen breiteten sich vom Finanzviertel in Admiralty bis hin zum Geschäftsviertel in Causeway Bay und Mong Kok aus. Am 29. |
23 | আন্দোলন এতো তীব্র ছিল যে, ২৯ সেপ্টেম্বরে হংকংজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। | September kam in Hong Kong Island der Verkehr zum Erliegen. Pekings Sprachrohr startete am 28. |
24 | ২৮ সেপ্টেম্বরে বেইজিংয়ের মুখপাত্র হিসেবে পরিচিত গ্লোবাল টাইম অকুপাই সেন্ট্রাল বা কেন্দ্রস্থল দখলের ওপরে একটি মন্তব্য প্রতিবেদন ছেপেছে। | |
25 | সেখানে অভিযোগ করা হয়েছে, আন্দোলনকারীরা হংকংয়ের ভাবমুর্তি ক্ষুণ্ন করছেন। | September eine Meinungsumfrage über Occupy Central, wobei der Bewegung vorgeworfen wurde, Hong Kongs Image zu zerstören. |
26 | ছাতা সমাবেশ না পুলিশের কাঁদানো গ্যাস, জলকামান হংকংয়ের ভাবমুর্তি বেশি ক্ষুণ্ন করছে? | Sind Regenschirme wirklich schädlicher für das Image der Stadt als bewaffnete Polizisten, die ihre Tränengaskanonen hoch halten? |
27 | স্থানীয় টেলিভিশন টিভিবি-এর স্ক্রিনশট। | Scree-shot des lokalen Fernsehsenders TVB. |