# | ben | deu |
---|
1 | চীন: কেন চীনের ফুটবল এত দুর্বল? | China: Warum ist der chinesische Fußball so schwach? |
2 | সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস পত্রিকা একটি প্রশ্ন পোস্ট করেছে“ কেন চীনের ফুটবলে এতটা পিছিয়ে, যেখানে চীন অলিম্পিকের অন্য খেলাগুলোতে সে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে অংশগ্রহণ করে? এই পত্রিকাটি বেশ কয়েকজন ফুটবল বিশেষজ্ঞর কাছ থেকে এই প্রশ্নের উত্তর আহ্বান করেছিল। | Vor Kurzem hat die New York Times die Frage gestellt “Warum steht China beim Fußball so weit im Abseits, obwohl das Land doch in vielen olympischen Sportarten sehr aggressiv konkurriert?” und bat eine Reihe von Experten um Antworten. |
3 | তবে বিশ্বকাপের শুরুতে বিভিন্ন কিউএ ফোরামে (প্রশ্ন উত্তরের মাধ্যমে চলা আলোচনা সভা) একই প্রশ্ন চীনের নেট নাগরিকরাও উত্থাপন করে এবং এ বিষয়ে সাধারণ চীনা জনতার প্রদান করা নির্বাচিত কিছু উত্তর নিচে দেওয়া হল। | Ähnliche Fragen wurden seit Beginn der WM 2010 von chinesischen Internetnutzern bereits bei verschiedenen Foren gestellt. Es folgt eine Auswahl der Ansichten von einigen Durchschnittsbürgern Chinas. |
4 | বাস্তবতা বনাম. | Reality VS. |
5 | স্বপ্ন এক্সএনসিএসএস. | Dream (Wirklichkeit vs. Traum) |
6 | অর্গ. সিন-এ বিশ্বকাপের শুরুতে একজন ফুটবল ভক্ত প্রশ্ন করেছিল, ” কেন চীনের ফুটবল এতটা দুর্বল“?। | Bei xncss.org.cn. fragte ein Fußball-Fan zu Beginn des Worldcups: “Warum ist der chinesische Fußball so schwach?” |
7 | নিচে এই প্রশ্নের সবচেয়ে গ্রহণযোগ্য উত্তরটি দেওয়া হল। | Die Antwort, die am meisten befriedigt: |
8 | চীনের ফুটবলকে কেন এত বিবর্ণ দেখায়? | Warum sieht der chinesische Fußball so trübe aus? |
9 | এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, চীনে ফুটবলের প্রকৃত বাজারের অভাব। | Einer der wichtigsten Gründe ist das Fehlen eines echten Marktes. |
10 | এখানে ফুটবলপ্রেমীদের বিখ্যাত হবার জন্য অথবা এক সুন্দর জীবন যাপন করার জন্য কেবল নিজের ক্ষমতায় যে টুকু সম্ভব তার মধ্যে দিয়ে তাদের কাজ করতে হয়, যদি তারা তা করতে ব্যর্থ হয়. | Fußball-Liebhaber können sich nur auf sich selbst verlassen, um berühmt zu werden und ein anständiges Leben zu führen. |
11 | তাহলে তারা তাদের তারুণ্য হারিয়ে ফেলে এবং নিজের জীবন নষ্ট করে, তখন তাদের মূল্যবোধ কমে প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুর সমান হয়ে উঠে। | Wenn sie versagen, verlieren sie ihre Jugend und ihr Leben ist ruiniert, weil sich ihr Wert auf den eines Kindes in der Volksschule reduziert. |
12 | মানের দিক থেকে দ্বিতীয় বা তৃতীয় স্তরের খেলোয়াড়দের জন্য ফুটবল মাঠ জীবিকা নির্বাহের জন্য কোন জায়গা তৈরি করে না এবং ফুটবল মাঠের বাইরে কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। | Der Fußballplatz hat keinen Raum für zweit oder drittklassige Spieler, die sich ihren Lebensunterhalt nur außerhalb des Fußballfeldes verdienen können. Das Risiko ist für die Fußball-Liebhaber einfach zu groß. |
13 | চীনে ফুটবলপ্রেমীদের ঝুঁকি অনেক বেশি। | 163.com verwendet eine Reihe von Fotos. |
14 | ১৬৩. কম একগাদা ছবি ব্যবহার করেছে, যে সব ছবিতে চীনের ফুটবল নিয়ে জনগণের হতাশা ফুটে উঠেছে, “কখন আমরা বিশ্বকাপে আমাদের গর্ব প্রদর্শন করতে পারব“?। | “Wann können wir unseren Stolz beim World Cup zeigen?“, und zeigt die Enttäuschungen der Chinesen über den chinesischen Fußball. |
15 | এই আলোচনায়, দেখা যাচ্ছে অনেক লোক বিশ্বাস করে, এক্ উত্তেজনাপূর্ণ ফুটবল সংস্কৃতি তৈরির ক্ষেত্রে এই সমাজ অনেক দরিদ্র্য: | Bei den Diskussionen gibt es viele Leute, die glauben, die Gesellschaft ist zu arm, um eine vibrierende Fußball-Kultur zu entwickeln. |
16 | এখানে গৃহ সামগ্রীর দাম অনেক ব্যয়বহুল এবং মুদ্রাস্ফীতি ক্রমেই বেড়ে চলেছে। এ কারণে ফুটবল খেলার উপর মনোযোগ প্রদান করার ক্ষেত্রে আমাদের উপর অনেক বেশি চাপ তৈরি হচ্ছে। | Die Preise für Eigentumswohnungen sind zu hoch und die Inflation hält an. Für uns ist das zuviel Druck, um uns auch noch auf Fußball konzentrieren zu können. |
17 | কি ভাবে টাকা কামানোর ধান্দা করা যায়, তা আমাদের চিন্তা দখল করে আছে এবং ফুটবল খেলার পেছনে আমরা আর বেশি অনুভূতি ধরে রাখতে পারছি। | Unsere Gedanken sind mit Geldverdienen beschäftigt und wir haben für das Fußballspiel keine Zeit übrig. |
18 | চীনে, টাকাই সকল কিছুর মূল-সুন্দর বাড়ি ও খাবারের জন্য, নিজেকে তুলে ধরার জন্য টাকা প্রয়োজন। | In China, ist Geld der Schlüssel zu allem - für menschenwürdige Unterkunft und Nahrung, für das Selbstwertgefühl. |
19 | স্বপ্ন এবং বাস্তবের ফাঁরাকের যে দাম তার জন্য অনেক বেশি অর্থ প্রদান করতে হয়। | Der Preis für die Kluft zwischen Traum und Wirklichkeit ist zu hoch, um ihn bezahlen zu können. |
20 | প্রাতিষ্ঠানিক সমস্যা | Institutionelle Probleme |
21 | সোসোতে, ব্যবহারকারী মেমরিজ গট ফ্রাস্টেটে এবাউট দি ফুটবল সিন এন্ড একই ধরনের প্রশ্ন করেছে: | Bei SoSo zeigte Mitglied Memories seine Frustrationen über die Fußball-Szene und stellte ähnliche Fragen: |
22 | কেন চীনের ফুটবল এত দুর্বল, চীন এমনকি উত্তর কোরিয়ার চেয়েও ফুটবলে দুর্বল দল। | Wie kommt es, dass der chinesische Fußball so schwach ist, schwächer sogar als Nordkorea. |
23 | আমাদের দেশ অনেক বিশাল, কেন আমরা ২২ জন মহান ফুটবলার মাঠে নামাতে ব্যর্থ হলাম। | Unser Land ist so groß, wie kommt es, dass wir nicht einmal 22 großartige Fußballspieler finden können? |
24 | এই বিষয়ে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর প্রাতিষ্ঠানিক পরিবেশ-এর কথা ইঙ্গিত করে: | Die Antwort, die am meisten befriedigt, bezieht sich auf das Problem der institutionellen Rahmenbedingungen: |
25 | এই সমস্যা আমাদের বর্তমান পদ্ধতির কারণে ঘটছে, যদি না আমরা ফুটবল প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে না পারি, তাহলে বিদ্যমান পরিস্থিতি পরিবর্তন করা খুবই কঠিন কাজ। | Das liegt an unserem gegenwärtigen System. Wenn wir daran scheitern, die Fußball-Institution zu reformieren, wird es sehr schwierig sein, die gegenwärtige Situation zu verändern. |
26 | মূল জায়গা থেকে এই পরিবর্তন ঘটানো দরকার। | Veränderungen müssen mit den fundamentalsten Aspekten beginnen. |
27 | ইউরোপের মত ফুটবলে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করতে চাইলে আমাদের ফুটবলকে জাতীয় খেলায় রূপান্তরিত করা দরকার। | Wir müssen unseren Fußball zu einem Nationalsport machen, um eine Atmosphäre ähnlich dem Fußball-Fieber wie in Europa zu erreichen. |
28 | কেবল বিদেশী দলের সাথে খেলার মধ্যে দিয়ে আমরা আমাদের ফুটবল খেলোয়াড়দের খেলার মান উন্নত করতে পারব না। | Oder es wird für uns sehr schwierig sein China zu verlassen und die internationale Welt, wie den Worldcup, zu betreten. |
29 | স্থানীয় পর্যায়ে খেলার মাধ্যমে তাদের নিজেদের খেলার মান উন্নত করতে হবে। | Um den Standard unserer Spieler zu verbessern, können wir uns nicht darauf verlassen, uns an ausländische Teams anzupassen. |
30 | ব্যবহারকারী ওয়েনওয়েন ফ্যামিলি, বিস্তারিতভাবে প্রাতিষ্ঠানিক সমস্যার কথা বলছে: | Sie müssen Ihr Können bei lokalen Spielen verbessern. Der Benutzer Wenwen-Family bezieht sich ebenfalls auf das institutionelle Problem: |
31 | ১. অবাস্তব পরিকল্পনা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যারা সহায়তা পায়, তারা ব্যতিত চীনের ফুটবল সুপার লীগের বেশির ভাগ খেলোয়াড় দুর্বল। | 1. Unrealistische Planung Die meisten Fußballmannschaften in der chinesischen Fußball Super Liga, außer denen, die von staatlichen Instituten unterstützt werden, haben Schulden. |
32 | তাছাড়া, চীনের ফুটবল সংস্থা এমন নীতি চালু করেছে যার জন্য এই লীগের সদস্যদের বছরে ৩০ মিলিয়ন ইয়ান লাভ করতে হবে। | Trotzdem hat der chinesische Fußballverband eine Politik eingeführt, wonach jedes Mitglied der Liga einen jährlichen Gewinn von 30 Millionen Yuan (ca. 3,5 Millionen Euro) machen muss. |
33 | আমি নিশ্চিত যে কোন দল এই পরিমাণ লাভ করতে পারে না এবং তারা তাদের বাজেট নিয়ে ভূয়া তথ্য প্রদান করে। | Ich bin mir sicher, dass kein Team einen solchen Gewinn machen kann und dass sie deshalb ihre Budgets fälschen müssen. |
34 | এই রকম আদর্শ মান তৈরি করা, এমনকি ইউরোপের সেরা পাঁচটি লীগের ক্লাবগুলোকে এমন মান অর্জন করতে হয়না । | Dieser Standard ist noch höher als der der 5 großen europäischen Fußballligen. |
35 | তাদের কেবল দুটি মৌলিক শর্ত পুরণ করতে হয়: ১)খেলায় ভালো ফলাফল, ২) ক্লাবের ঋণের পরিমাণকে সীমাবদ্ধ রাখা। | Sie haben nur zwei Grundvoraussetzungen: 1. Standard Performance, 2. eine begrenzte Menge an Schulden. |
36 | ২. ফুটবল সংস্থার জুয়াখেলা চীনা ফুটবল সংস্থা জুয়া খেলতে ভালোবাসে। তারা বিশ্বকাপ নিয়ে জুয়া খেলতে ভালোবাসে এবং একবার সেখানে প্রবেশ করতে সমর্থ হয়েছে। | 2. Wetten des Fußballverbandes Der chinesische Fußballverband liebt Wetten, sie hatten einmal über den Worldcup gewettet und schafften es einmal. |
37 | তবে এরপর চীনা ফুটবলের উন্নয়ন আবার ১০ বছর পিছিয়ে গেছে। | Seitdem hat die Entwicklung des chinesischen Fußballs jedoch einen 10-jährigen Rückschlag erhalten. |
38 | ২০০০ সালের আগে চীনের ফুটবল দল এশিয়ার অন্যতম এক শক্তি ছিল এবং এশিয়ার মধ্যে সে পাঁচ নাম্বার অবস্থান করছিল। | Vor 2000 hatte China ein starkes Team, dass in Asien auf Platz 5 stand. |
39 | তারা এই জুয়াতে হেরে যাবার পর, এখন আমরা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করতে ব্যর্থ হচ্ছি… | Nachdem sie die Wette verloren hatten, sind wir niemals ins Viertelfinale gekommen… |
40 | ৩. সানডং লুনেঙ্গ'এর গর্বিত ভাব সানডং ফুটবল ক্লাব চীনের ফুটবলের বাজারটাকে নষ্ট করে দিয়েছে, কারণ তাদের পেছনে রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের শক্তিশালী সমর্থন রয়েছে। | 3. Shandong Lunengs Prahlerei Shandong-Fußball (Shantung) hat den Markt gestört, weil sie starke Unterstützung von Staats-Unternehmen erhalten. |
41 | সানডং লুনেঙ্গ এর কোচ বলেছ যাচ্ছে যে তাদের দলটি চীনের সবচেয়ে শক্তিশালী দল। সানডং চীনের রিয়াল মাদ্রিদ। | Shandong Lunengs Manager sagt immer, dass sie das stärkste Team in China sind, die Real Madrid von China. |
42 | তবে এ বছর তারা এমনকি শেষ চারে পৌঁছাতে ব্যর্থ হয়.. চীনের ফুটবলের রঙ্গমঞ্চে গর্ব প্রকাশ করা এত সাধারণ একটা ব্যাপার। | Doch in diesem Jahr kamen sie noch nicht einmal unter die ersten vier… Diese Prahlerei des Shandong-Fußballs ist so typisch in der chinesischen Fußball-Szene. |
43 | তবে তাদের ব্যর্থতায় তা প্রতিফলিত হয় না। | Über ihre Fehler denken sie nie nach. |
44 | ৪ ক্রীড়া মন্ত্রণালয়ের আদেশ চীনের ফুটবল সংস্থা দেশটির ফুটবল উন্নয়নের নেতৃত্ব প্রদান করছে না। এ দেশে ফুটবল সংস্থার উপরে রয়েছে ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্থা কেবল তার আদেশ পালন করে যায়। | 4. Befehle des Sport Büros Die Entwicklung des chinesischen Fußballspiels wird nicht vom Fußballverband geleitet, über ihm steht das Sport-Büro und der Verband muss die “Befehle”, richtig oder falsch, die aus dem Büro kommen, ausführen. |
45 | ঠিক বা ভুল যাই হোক না কেন, তারা কেবল মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া নির্দেশ ফুটবলে সরবরাহ করে। | 5. Politische Änderungen Die Rangfolge der chinesischen Fußball Super Liga ändert sich ständig. |
46 | ৭. নীতি পরিবর্তন চীনের সুপার ফুটবল লীগের র্যাঙ্কিং বা স্থান বিন্যাস ব্যবস্থা পরিবর্তিত হতে খাকে। | |
47 | এখনো নিশ্চিত না যে সামনের বছরে “নিচের দিকে অবনমন” বা ডাউন গ্রেডিং পদ্ধতি চালু থাকবে কি না। অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, তারা এমনকি সেরা খেলা বা সুপার ম্যাচের সময়ও তাদের নীতি পরিবর্তন করে। | Es ist noch nicht sicher, ob das Downgrading-System nächstes Jahr noch existieren wird; wie jedoch die Erfahrungen der Vergangenheit lehren, können die Regeln sogar während dem Super Match geändert werden. |
48 | ৮. ফুটবল ভক্তদের আগ্রহকে উপেক্ষা করা চীনা ফুটবল সংস্থার নীতি হচ্ছে নিজের আগ্রহকে রক্ষা করা, যা তাদের ক্লাবের আগ্রহকে অনুসরণ করে, এ ব্যাপার ফুটবল ভক্তদের আশা যাই হোক না কেন, তারা তা রক্ষা করতে চায় না। | 6. Missachtung der Interessen der Fußball-Fans Die Strategie des chinesischen Fußballverbandes ist, ihre eigenen Interessen zu schützen und dann die Interessen ihrer Clubs ohne Rücksicht auf die Erwartungen der Fans. |
49 | দেখে মনে হচ্ছে চীনের ফুটবল সংস্থা চীনে খুব বেশি ফুটবল ভক্ত চায় না। | Es sieht so aus, als ob der Verband keine Fußball-Fans in China haben möchte. |
50 | সংস্কৃতি, ভাগ্য এবং অন্যান্য বিষয় | Kultur, Schicksal und anderes |
51 | প্রতিষ্ঠানিক ব্যাখ্যার বাইরে, এই ব্যর্থতার এক সংস্কৃতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। | Abgesehen von institutionellen Erklärung gibt es auch kulturelle Perspektiven. |
52 | বুদ্ধিমান ব্যক্তিরা বিশ্বাস করে যে এই সমস্যা প্রকৃতি/ চীনা সংস্কৃতির সাথে সর্ম্পকিত: | Wise Guy glaubt, dass das Problem mit der Natur/Kultur Chinese zu sein zusammenhängt: |
53 | চীনের জনগণ বিদেশীদের মত এতটা ধৈর্যশীল নয় এবং আমাদের শারিরীক গঠন তাদের মত এত সুন্দর নয়। | Chinesen sind nicht so leidenschaftlich wie Ausländer. Und unsere körperliche Stärke ist nicht so groß wie ihre. |
54 | সবশেষে বলা যায়, আমাদের দলে যথেষ্ট দলীয় সংহিত নেই। | Letzten Endes fehlt uns auch der Teamgeist. |
55 | সোসোর অন্য এক প্রশ্ন উত্তর থ্রেডে (ব্লগের ক্ষেত্রে থ্রেড মানে বিষয় ভিত্তিক ধারাবাহিক আলোচনা) এই প্রশ্নের আরো কিছু উত্তর রয়েছে: | In einem anderen Fragen & Antworten Thread bei SoSo gibt es weitere Antworten auf diese Frage: Sean Faris sagte: |
56 | সীন ফারিস বলছে: যখন আমরা বিশ্বকাপে প্রবেশ করব তখন ঈশ্বর কেঁদে ফেলবে। | Gott wird weinen, sollten wir in den Worldcup kommen. |
57 | ঈশ্বরকে সুখি রাখার জন্য আমরা বিশ্বকাপে প্রবেশ করতে ব্যর্থ হই। | Um Gott glücklich zu machen, versagen wir. |
58 | ড্রিম টক এই ক্ষেত্রে চারটি যুক্তি তুলে ধরেছে: | Dream Talk macht 4 Punkte: |
59 | ১. চীনা ফুটবল দলের কোচদের মান খারাপ এবং এই কাজে তাদের খুব সামান্য অভিজ্ঞতা রয়েছে। | 1. Die chinesischen Fußball-Trainer sind von schlechter Qualität und haben wenig Erfahrung. |
60 | ২ আমাদের এখনো চীনা জনগণের ভেতরে সদগুণের এবং নৈতিকতার মান গড়ে তুলতে হবে। এখানে অনেকে রয়েছে যারা অন্ধকারে কাজ করে…. | 2. Wir müssen immer noch erst die Tugend und Moral des chinesischen Volkes entwickeln. |
61 | ৩ ফুটবল খেলোয়াড়রা গভীর মনোযোগের সাথে ফুটবল খেলে না, কারণ অন্য বিষয়গুলোকে মাথায় রাখার, তাদের অন্য দিকে মনোযোগ দিতে হয় ৫ চীনের ফুটবল লম্বা সময় ধরে অন্ধকারের অতলে তলিয়ে গেছে এবং দেশটি আর এই বিষয়ে দেশটির কোন ভাবনা নেই। | Es gibt viele Angebote im Dunkeln … 3. Die Fußballspieler spielen nicht so gut, weil sie von anderen Erwägungen abgelenkt werden. 4. Der chinesische Fußball ist seit langer Zeit zum Scheitern verurteilt und das Land kümmert sich nicht mehr darum. |