Sentence alignment for gv-ben-20120817-30109.xml (html) - gv-deu-20120820-10770.xml (html)

#bendeu
1ভিডিও : মিশর, কঙ্গো, উগান্ডা এবং কলম্বিয়ার মধ্যে যে বিষয়ে মিল রয়েছেVideo: Was Ägypten, der Kongo, Uganda und Kolumbien gemeinsam haben
2সংঘর্ষের সূত্রপাতের মাঝে ন্যায়বিচার অনুসন্ধান হচ্ছে এমন একটি ঘটনা, যা মিশর, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, উগান্ডা এবং কলম্বিয়ার মাঝে এক সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।Die Suche nach Gerechtigkeit im Anschluss an Gewaltkonflikte ist das, was Ägypten, die Demokratische Republik Kongo, Uganda und Kolumbien gemeinsam haben.
3দি কেস ফর জাস্টিস হচ্ছে একটি সিরিজ বা ধারাবাহিক ভিডিও যা কিনা প্রান্তিক ন্যায়বিচার (ট্রানজিশনাল জাস্টিস) নামে পরিচিত বিষয় নিয়ে বিতর্ক উপস্থাপন করেছে, এটি কয়েকটি পদ্ধতির সমন্বয় যা কিনা ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতাকে উপস্থাপন করার উপায় তৈরি করে দেয়।The Case for Justice ist eine Videoserie, die die Bedeutung der sogenannten Übergangsjustiz diskutiert, eines Systems, das installiert wird, um Rechenschaft nach massiven Menschenrechtsverletzungen zu ermöglichen.
4ন্যায়বিচার ছবি ওলগা ব্যারিওস-এর ক্রিয়েটিভ কমন্স এ্যাট্রিবিউশন লাইসেন্স অনুসারে ব্যবহার করা হয়েছে। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রানজিশনাল জাস্টিস-এর সাইট থেকে :Auf der Website des International Center for Transitional Justice (Internationales Zentrum für Übergangsjustiz) heißt es:
5আমাদের ঘিরে ভিন্ন ভিন্ন যে মিথ রয়েছে তার মাধ্যমে এই বিতর্কের জটিলতার বিষয়টিকে সবচেয়ে সেরা উপায়ে চিত্রিত করা যায়।Die Komplexität dieser Diskussion zeigt sich am deutlichsten an den verschiedenen Mythen über sie.
6প্রান্তিক এই বিচারকে কেউ কেউ “হালকা এক বিচার” হিসেবে অভিহিত করেন, যা কিনা ব্যাপক নিপীড়ন অথবা দমনের ঘটনায় ঘটে থাকে; অন্যরা এক আলাদাভাবে অপরাধীর বিচার প্রক্রিয়ার সমান করে দেখে, এবং তারা তা করেন সম্পূর্ণভাবে অপরাধীর উপর মনোযোগ প্রদান করেন।Manche stempeln Übergangsjustiz als “weiche Justiz” ab, als eine Alternative zu Strafrecht im Anschluss an Kriegsverbrechen oder Unterdrückung; andere stellen sie mit Strafrechtsverfahren gleich, die voll auf die Täter fokussiert sind.
7অনেকে একে একটি সফল শান্তিচুক্তির প্রধান বাঁধা হিসেবে দেখে; অন্যরা আবার এক ক্ষত সারানোর এক যাদুকরী উপাদান হিসেবে দেখে, যা যুদ্ধ এবং নিপীড়নের ভয়ঙ্কর ভীতির ক্ষেত্রে দ্রুত নিরাময় করে।Manche sehen sie als Haupthindernis für erfolgreiche Friedensabkommen; andere betrachten sie als eine Art Wundermittel, ein schnelles Heilmittel für die Narben durch Krieg und Missbrauch.
8মিশর, উগান্ডা, কলম্বিয়া এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সাম্প্রতিক ইতিহাসের মধ্যে এই সব ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিসমূহকে তুলে ধরার জন্য দি কেস ফর জাস্টিস নামক ভিডিওর প্রকাশ করা হয়েছে:Das Video von Case for Justice thematisiert diese unterschiedlichen Ansichten von Übergangsjustiz anhand der jüngeren Geschichte von Ägypten, Uganda, Kolumbien und der DRK:
9নীচের এই ভিডিওটি ব্যাখ্যা করেছে প্রান্তিক ন্যায়বিচারের পেছনের কারণসমূহ ও কি ভাবে তা একটি সম্প্রদায় কণ্ঠ প্রদান করে এবং যারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়, তাদের কেবল জনতার দ্বারা স্বীকৃত অপরাধের শিকার হিসেবে নয়, একই সাথে ন্যায় বিচারের দাবির ক্ষেত্রে নিজেদের অপরাধের শিকার হিসেবে চিহ্নিত করার সুযোগ প্রদান করে, এবং তারা যাতে নিজেদের সম অধিকারের সাথে নিজদের নাগরিক সমানাধিকারের বিষয়টিও বিবেচনা করতে পারে, তার জন্য এটি জায়গা তৈরি করে।Das folgende Video erläutert die Gründe für Übergangsjustiz und wie sie dazu beitragen kann, einer Gemeinschaft eine Stimme zu geben und denen, die Menschenrechtsverletzungen erleiden mussten, nicht nur öffentliche Anerkennung als Opfer zu ermöglichen, sondern auch eine Chance, selbst zu erkennen, dass sie ein Recht auf Gerechtigkeit haben und als gleichwertige Bürger mit gleichen Rechten behandelt werden. Allerdings ist Übergangsjustiz kein Wundermittel: Sie kann nicht alle Probleme lösen.
10তবে প্রান্তিক ন্যায়বিচার কোন যাদুকরী ঘা নিরাময়কারী নয়: এটা সকল সমস্যার সমাধান করার যোগ্য নয়, এমনকি একটি ট্রুথ কমিশন, এমন কি একজন স্বৈরশাসক যে কিনা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করে, এমনকি ঘটনার স্থানে এমন একটি পদ্ধতি যা ঘটনার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান করে, সে সব ক্ষেত্রেও ।Selbst mit einer Wahrheitskommission, selbst mit Prozessen gegen Diktatoren, die abscheuliche Verbrechen gegen die Menschheit begangen haben, selbst mit Systemen, die den Opfern Rechtsbehelfe zusichern: Manchmal dauert es Jahrzehnte oder Generationen, bis der Gerechtigkeit Genüge getan werden kann, und nicht alle Opfer werden dies miterleben.
11ন্যায়বিচার সাধন করার আগে হয়ত দশক কিংবা প্রজন্মের পর প্রজন্ম লেগে যেতে পারে এবং সকলে হয়ত তা দেখে যেতে পারে না। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যাদুকরী নয় বা ঘটনার সাথে সাথে বিচ্ছন্ন হয়ে যেতে পারে না যে এটা নাগরিকদের সাহায্য করে ন্যায়বিচার অনুসন্ধান করছে এবং যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় অথবা সংঘর্ষে ঘটা ক্ষতি পূরণ পেতে পারে।Aber die Tatsache, dass Übergangsjustiz keine Magie ist und nicht unmittelbar wirkt, sollte nicht davon ablenken, dass sie schon Menschen geholfen hat, die auf der Suche nach Gerechtigkeit und Entschädigung für die durch Krieg, Naturkatastrophen oder Konflikte erlittenen Schäden waren.
12ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোয় যে বিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে তার কারণে একে বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, এখানে ব্যাপকহারে সংঘঠিত মানবাধিকার লঙ্ঘন এবং ধর্ষণের ঘটনাকে চিহ্নিত করার লক্ষ্যে একটি প্রক্রিয়া স্থাপন করা হয়েছে, যা কঙ্গো এবং আন্তর্জাতিক বিচারকদের একটি মিশ্র আদালত গঠন করা হয়েছে, যাতে এখানে সংঘঠিত অপরাধের শিকার নাগরিকদের কণ্ঠস্বর প্রদান করার একটি উপায় বের করা যায় এবং আশা করা যায় যে এর মাধ্যমে এই চিন্তা ধারার পরিবর্তন ঘটানো যাবে, সেই ক্ষেত্রে যেখানে শাস্তি প্রদান না করার ফলে সমাজের একটি বিশেষ অংশে এই বিশ্বাস গড়ে উঠে০ যে ধর্ষণ সমাজের একটি স্বাভাবিক ঘটনা।In der Demokratischen Republik Kongo wird nach einem Krieg, der aufgrund der riesigen Anzahl seiner Opfer der Dritte Weltkrieg genannt wird, gerade ein Prozess von einem gemischten Tribunal aus kongolesischen und internationalen Richtern eröffnet, um die massiven Menschenrechtsverletzungen und systematischen Vergewaltigungen zur Sprache zu bringen. Dies wird als ein Weg gesehen, den Opfern eine Stimme zu geben und hoffentlich die gegenwärtige Entwicklung zu ändern, bei der die Straffreiheit der Täter dazu führt, dass bestimmte Gesellschaftsgruppen Vergewaltigung als normalen Teil der Gesellschaft ansehen.
13আইসিটিজে ওয়েবসাইটের ফর দি কেস অফ জাস্টিস নামক বিভাগে প্রান্তিক ন্যায়বিচারের উপর আরো গভীর কিছু ভিডিও সাক্ষাৎকার এবং ব্যাখ্যা পাওয়া যাবে।Weitere detaillierte Video-Interviews und Erläuterungen zu Übergangsjustiz können auf der ICTJ-Website für The Case for Justice gefunden werden.