Sentence alignment for gv-ben-20070714-94.xml (html) - gv-deu-20070714-29.xml (html)

#bendeu
1মালয়েশিয়া: পুলিশ ব্লগারকে গ্রেফতার করেছেMalaysia: Blogger verhaftet
2বেশ কয়েকজন মালয়শিয়ান ব্লগার খবর দিচ্ছেন যে জেলাস ডট ইনফো ব্লগের ব্লগার ন্যাট (ন্যাথানিয়াল) ট্যান আজ (১৩ই জুলাই) মালয়েশিয়ান পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছেন।Mehrere malaysische Blogger berichten, dass Nat (Nathaniel) Tal von jelas.info gestern (13. Juli) inhaftiert wurde.
3কেটিইমোক লিখছেন:KTEmoc schreibt:
4পুলিশ ন্যাথানিয়াল ট্যানকে প্রশ্ন করার জন্যে নিয়ে গেছে কোন কারন দর্শানো ছাড়াই।Die Polizei nahm Nathaniel Tan von der PKR ohne Angabe von Gründen zu Befragungen.
5তারা তার অফিসে বিকেল ৪. ৪৫ মিনিটে আসে এবং ট্যানকে বলে তাদের সাথে বুকিত আমান পুলিশ হেডকোয়ার্টারে যেতে বলে।Um 16.45 Uhr kamen sie in sein Büro und forderten ihn auf in die Polizeizentrale von Bukit Aman zu folgen.
6পুলিশ তাকে আরও বলে যে তার ল্যাপটপ কম্পিউটারটি সাথে নিয়ে আসতে।Außerdem sollte er sein Notebook mitbringen.
7এটি ধারনা করা হচ্ছে যে তাকে প্রশ্ন করা হচ্ছে তার ইন্টারনেটে পোস্ট করা কিছু বিষয় নিয়ে।Es wird vermutet, dass die Befragung mit bestimmten Internetveröffentlichungen in Zusammenhang stehen.
8ন্যাথানিয়াল ‘পার্টি কেয়াদিলান রাকিয়াত‘ বা পি কে আর নামে রাজনৈতিক দলের কর্মী।Nathaniel arbeitet für die Partei „Parti Keadilan Rakyat“ (PKR).
9তিয়ান চুয়া, পি কে আর দলের প্রচার প্রধান ন্যাথানিয়াল ট্যান সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জানাচ্ছেন।Tian Chuan, Pressesprecher der PKR bietet Hintergrundinformationen zu Nathaniel Tan.
10ন্যাথানিয়াল হচ্ছে ২৭ বছর বয়সী একজন হার্ভার্ড গ্রাজুয়েট।Nathaniel (27) ist Harvard-Absolvent.
11গত বছর থেকে আমার সাথে তার পরিচয় এবং আমরা ভাল বন্ধুতে পরিনত হই।Wir lernten uns letztes Jahr kennen und wurden gute Freunde.
12এই বছরের প্রথম দিকে আমি তাকে কেয়াদিলানের তথ্য ব্যুরোতে কাজ করার জন্যে নিয়োগ করি।Vor einigen Monaten konnte ich ihn für die Arbeit im „KeADILan's Information Bureau“ gewinnen.
13ছবি মবস ক্রিবের সৌজন্যেBild von Mob's Crib
14পুলিশ প্রথমে ন্যাথানিয়ালকে গ্রেফতারের কথা অস্বীকার করে কিন্তু পরে রাত্রে তারা তা স্বীকার করে।Zunächst stritt die Polizei die Inhaftierung von Nathaniel ab, gab sie aber im Laufe der Nacht zu.
15মালয়েশিয়ান ব্লগাররা এই ব্যাপারটিকে রহস্যজনক মনে করছে।Malaysische Blogger finden die Aktion rätselhaft.
16ম্যাভেরিক এস এম মবস ক্রিবের একটি পোস্টে মন্তব্য করার সময় মন্তব্য করছে:Maverick SM schreibt in einem Kommentar bei Mob's Crib:
17মালয়েশিয়ার গণতন্ত্রের জন্য এটি একটি কাল দিন।Dies ist wirklich ein trauriger Tag für die Demokratie in Malaysia.
18ন্যাট নাশকতামুলক কোন কাজ করেনি বা দেশের নিরাপত্তা বিঘ্নিত করেনি।Nat war nie staatsfeindlich oder hätte in irgendeiner Weise die innere Sicherheit bedroht.
19কর্তৃপক্ষ কিভাবে এত ভুল তথ্য নিয়ে কাজ করতে পারে?Wie konnten die Behörden so falsch informiert sein?
20গণতন্ত্র মরে গেছে।Die Demokratie ist tot!
21গ্রেফতারকৃত ব্লগারের সহকর্মী জন বলছে যে সরকার ন্যাথানিয়েলকে নিয়ে একটি উদাহরন তৈরি করতে চাচ্ছে তাদেরকে শাষানোর জন্যে যারা ভিন্ন কিছু করার সাহস দেখাচ্ছে।John, ein Kollege von Nathaniel, glaubt dass das Establishment ein Exempel statuieren möchte, „für die, die es wagen etwas zu verändern“.
22অবশ্য কেউ কেউ অনুমান করছে যে ন্যাথানিয়েলের গত সপ্তাহের একটি পোস্ট (সহকারী স্বরাস্ট্রমন্ত্রী এবং পুলিশের ইনস্পেক্টর জেনারেলের একটি বাদানুবাদ নিয়ে) হয়ত এই গ্রেফতার ঘটনার পেছনে রয়েছে।Es gibt Spekulationen, dass ein Post vom Anfang der Woche (über den andauernden Konflikt zwischen dem stellvertretenden Minister für innere Sicherheit und dem Generalinspektor der Polizei) für die Verhaftung ausschlaggebend war.
23সাম্প্রতিক খবর: এটি মনে হচ্ছে যে পুলিশ উপরের ঘটনা নিয়ে ন্যাথানিয়েলের পোস্টটিতে করা একটি কমেন্ট সম্পর্কে তথ্য জানতে চাচ্ছে।UPDATE: Es scheint. als wolle die Polizei Informationen über einen Kommentar zu einen von Nathaniels Posts.
24৪৮৯৬ ব্লগ এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছে।4896 hat neue Informationen auf seinem Blog.
25ন্যাথানিয়েলের ছোট বোন চেরিল লেটেস্ট ঘটনাগুলো তার ব্লগের মাধ্যমে জানাচ্ছেন।Nathaniels kleine Schwester Cherly protokolliert die Entwicklungen auf ihrem eigenen Blog.
26ন্যাথানিয়েলকে নিয়ে লেখা ব্লগগুলোর লিন্ক:Blogger die über den Fall sprechen:
27এলিজাবেথ ওঙ দ্যা সেন্সিন্ট্রোভার্ট রিডিউসড এন্ড রিসাইকেল্ড লুসিয়া লাই রকি'স ব্রু এস. কে.Elizabeth Wong The Sensintrovert Reduced and Recycled Lucia Lai Rocky's Bru S.K.Thew Susan Loone Jeff Ooi Politics 101 Malaysia Bullets of Quills and Ink
28থিউ সুসান লুন জেফ উই পলিটিক্স ১০১ মালয়েশিয়া বুলেটস অফ কুইলস এন্ড ইন্কসGeschrieben von Preetam Rai