Sentence alignment for gv-ben-20130926-39171.xml (html) - gv-deu-20130926-17116.xml (html)

#bendeu
1জিভি অভিব্যক্তি: সিরিয়ার বিশ্বব্যাপী মিডিয়া কভারেজGV Face: Weltweite Medienberichterstattung zu Syrien
2সিরিয়ার সংকট নিয়ে আপনি কতটা ভিন্নভাবে রিপোর্ট করছেন তা নির্ভর করে আপনার অবস্থান কোথায়?Wie unterscheidet sich die Berichterstattung über die syrische Krise in Abhängigkeit zu dem Ort, an dem du dich gerade aufhältst?
3এবং সিরিয়বাসীদের জন্য তা কি অর্থ বহন করছে?Und was bedeutet das für Syrer?
4গ্লোবাল ভয়েসেস অভিব্যক্তির দ্বিতীয় সংস্করণে ১১ এএম ইস্ট/৩ পিএম ইউটিসি সময়ে গত ২৩ সেপ্টেম্বর, ২০১৩ তারিখ সোমবারে আমরা এই বিষয় এবং অন্য আরও অনেক কিছু সম্পর্কে গুগল হ্যাংআউটে আলোচনা করেছি।Wir haben darüber und zu weiteren Themen in unserer zweiten Ausgabe von GV Face im Rahmen eines Google Hangouts am Montag, den 23.
5মার্কিন বা ব্রিটেনের প্রতিবেদনকারীরা বলেন, গত মাসে সিরিয়ায় হাজারের বেশী মানুষ হত্যা করতে প্রেসিডেন্ট আসাদই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন।September 2013 um 15 Uhr UTC [koordinierte Weltzeit, in Deutschland ist das nach der mitteleuropäischen Sommerzeit 17 Uhr] diskutiert.
6এদিকে, রাশিয়ান প্রতিনিধি বলেন, দামাস্কাসের “সব ঠিক” আছে এবং ইরানী মিডিয়া রিপোর্ট করে, রাসায়নিক আক্রমণ ছিল আন্তর্জাতিক হস্তক্ষেপের জন্য চাপ বাড়াতে “বিদ্রোহী”দের একটি প্রচেষ্টা।Berichte aus den USA und Großbritannien legen nah, chemische Waffen seien durch das Regime von Präsident Assad verwendet worden um im letzten Monat über tausend Menschen in Syrien zu töten.
7যখন মার্কিন সরকার সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নেয়, তখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিউইয়র্ক টাইমসে আমেরিকার জনগণের কাছে আবেদন জানিয়েছিলেন, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের জন্য তাদের অস্ত্র ব্যবহার না করতে।Russische Reporter behaupten dagegen, “alles sei gut” in Damaskus. Iranische Medien berichten, dass chemische Angriffe von “Rebellen” durchgeführt worden seien, um den Druck in Richtung einer internationalen Intervention zu erhöhen.
8Während die Regierung der USA ein militärisches Eingreifen in Syrien abwägt, appellierte der russische Präsident Putin durch die Zeitung New York Times an das amerikanische Volk, ihre Waffen aus dem von Krieg erschütterten Land rauszuhalten.
9সিরিয়া মাটিতে ইরানী সামরিক বাহিনীর কার্যকলাপের ভিডিওটি সামাজিক মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে।Videos, die auf Einsätze iranischen Militärs auf syrischem Boden hindeuten, verbreiteten sich über soziale Medien wie ein Lauffeuer.
10আমাদের হাংআউটে যারা অংশ নিয়েছেন, তাঁরা হলেনঃ জিভি সিরিয়া লেখক লেইলা নাচাওউয়াতি, যিনি সিরিয়ার অহিংস বিদ্রোহ নিবেদিত একটি অনলাইন গল্প বলা প্রকল্প অব্যক্ত সিরিয়ার প্রতিষ্ঠাতা; ​​আমাদের রুনেট ইকো'র সম্পাদক কেভিন রথরক, যিনি পুতিন এবং এমসি কেইন অপেডস সম্পর্কে এবং কিভাবে রাশিয়ান ইন্টারনেট দ্বারা তারা তা হৃদয়ঙ্গম করেছেন সে সম্পর্কে বলেছেন; আমাদের মেনা সম্পাদক আমিরাহ আল হুসেইনি, যিনি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মধ্যে সিরিয়ার সিটিজেন মিডিয়া এবং মূলধারার মিডিয়া কভারেজ করে থাকেন; আমাদের ব্যবস্থাপনা সম্পাদক সোলানা লারসেন, যিনি সিরিয়ার মূলধারার বর্ণনার মধ্যে নাগরিক মিডিয়ার ভূমিকা সম্পর্কে বক্তৃতা করেন; আমাদের এডভোকেসী সম্পাদক ইলেরা বিদ্দেলি ব্যাখ্যা করেন, মার্কিন হস্তক্ষেপের আহ্বান মার্কিন নেটিজেনরা কীভাবে দেখে এবং আমাদের নির্বাহী পরিচালক ইভান সিগাল মতামত দিয়েছেন, কেন বিশ্বব্যাপী এভাবে সিরিয়া কভারেজের পথ চূড়ান্ত করা হচ্ছে।Die Teilnehmer des Hangouts waren unter anderem die GV Syrien-Autorin Leila Nachawati (die ebenfalls Gründerin von Syria Untold ist, einem Storytelling-Projekt im Internet, das sich dem gewaltfreien, syrischen Aufstand widmet), RuNet Echo-Redakteur Kevin Rothrock, der über die Kolumnen [in der New York Times] von Putin und Mc Cain sprach und darüber, wie sie im russischen Internet wahrgenommen wurden, unsere MENA-Redakteurin Amira Al Hussaini, die das Thema der Bürger- und Massenmedien und ihrer Berichterstattung zu Syrien innerhalb des Nahen Ostens und Nordafrika anschnitt, unsere Redaktionsleiterin Solana Larsen, die sich zu der Rolle der Bürgermedien angesichts der Darstellung Syriens in den Massenmedien äußerte, unsere AdvocacyRedakteurin Ellery Biddle, die darüber sprach, wie die Rufe nach einer Intervention der USA von den US-amerikanischen Netzbürgern gedeutet werden und unser Geschäftsführer Ivan Sigal, der seine Meinung dazu äußerte, warum die Berichterstattung zu Syrien so ist, wie sie ist und zwar weltweit.
11সিরিয়া সংকটের আন্তর্জাতিক কাভারেজ সম্পর্কে আরও কিছু পটভূমির জন্য, আমাদের বিশেষ কাভারেজের পাতাটি দেখুন।Hintergrundinformationen zur internationalen Berichterstattung über die Syrienkrise, siehe unsere Seite für die Sonderberichte [en].