# | ben | deu |
---|
1 | জাপানঃ কি ভাবে বৈদ্যুতিক উপাদান থেকে জীবনকে বিছিন্ন এবং বিদ্যুৎ সঞ্চয় করবেন | Japan: Wie dem Alltagsleben der Stecker gezogen wird, um Strom zu sparen |
2 | এই প্রবন্ধটি জাপানের ভূমিকম্পের উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Diese Seite ist Teil unserer Sonderrubrik: Japan Erdbeben 2011. |
3 | জাপানের নাগরিকরা বিদ্যুৎ সমস্যার সাথে জীবনকে খাপ খাইয়ে নেবার জন্য বিদ্যুৎ সঞ্চয়ের উপায় নির্ধারণ করছে, এর জন্য জাপানের জনতা জীবনের নানা ক্ষেত্রে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখছে। | |
4 | এই মুহূর্তে জাপানের ৫৪টি পারমাণবিক চুল্লির মধ্যে মাত্র ১৯ টি চালু আছে এবং সরকার দেশটির নাগরিক-বিশেষ করে যারা জাপানের পূর্বাংশে বাস করে তাদের কাছ আবেদন জানিয়েছে যে তারা যেন বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কমিয়ে দেয় । | |
5 | ফুকুশিমা পারমাণবিক চুল্লি বিপর্যয়ের পর থেকে বিদ্যুৎ-উৎপাদনে যে স্বল্পতা দেখা দিয়েছে, সেটি মোকাবেলার জন্য এই আবেদন। | Die Menschen in Japan haben ihrem Alltagsleben den Stecker gezogen nachdem Stromsparmaßnahmen angeordnet wurden, um mit der Stromknappheit fertig zu werden. |
6 | গবেষণা প্রতিষ্ঠান মাইক্রোমিল পরিচালিত এক জরিপ অনুসারে [জাপানী ভাষায়] , এই জরীপে অংশ নেওয়া ৭০ শতাংশ নাগরিক গত কয়েক মাসে তাদের জীবন যাত্রা পাল্টে ফেলেছে। | Im Moment sind lediglich 19 von 54 Atomkraftwerken am Netz und die Regierung hat die Bürger aufgefordert - vor allem die Bewohner im Osten Japans - ihren Energieverbrauch zu senken, um Stromausfälle zu vermeiden, die von der Katastrophe in Fukushima herrühren. |
7 | জরিপে অংশ নেওয়া বেশিরভাগ নাগরিক তরুণ, যাদের বয়স ২০-এর কোঠায়। তারা আটটি ভিন্ন অঞ্চল থেকে এসেছে। | Nach einer Studie des Forschungsunternehmens Macromill [ja] haben 70 Prozent der befragten Japaner ihre Lebensgewohnheiten geändert. |
8 | এদের সংখ্যাগরিষ্ঠ উত্তরদাতা বলেছে যে এখন তারা বেশিরভাগ সময় বাসায় কাটায়। | Es sind vor allem junge Menschen im Alter zwischen 20 und 30 aus acht Präfekturen. |
9 | বাসায় তারা বাতি বন্ধ রাখে এবং যে সময়টায় ব্যবহার করা হয়না, সে সময় বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির তার খুলে রাখে। বিদ্যুৎ বাঁচাও, সুইচ বন্ধ রাখ। | Die meisten von ihnen sagen, dass sie zu Hause mehr Zeit damit verbringen, das Licht auszumachen und unbenutzte elektrische Geräte auszustöpseln. |
10 | ছবি বেভেলে-এর। সিসি বাই-এনসি-২. | Save Electricity, Switch Off, von Bevelle. |
11 | ০ বিদ্যুৎ সংরক্ষণের জন্য যে সমস্ত উপায় গ্রহণ করা হচ্ছে তা এখন দেশটির এক বিতর্কের বিষয়, কিন্তু অনেকে তাদের দৈনন্দিন জীবনের বৈদ্যুতিক উপাদান ব্যবহারের বিষয়টি পাল্টে ফেলার জন্য এই সুযোগটি গ্রহণ করেছে। | |
12 | রোকো, জাপানের পশ্চিমে অবস্থিত কোবেতে বাস করে। | CC BY-NC-SA 2.0 |
13 | ভদ্রমহিলা জানান যে তাঁর পরিবার এই সংক্রান্ত দৈনন্দিন অভ্যাস পাল্টে ফেলেছে [জাপানী ভাষায়], এমনকি যদিও জাপানের এই অংশটি ফুকুশিমার পারমাণবিক চুল্লি বিস্ফোরণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। | Wie effektiv die Stromsparmaßnahmen sind, wird zwar immer noch heiß diskutiert, jedoch nutzen viele die Gelegenheit, um ihr Verbraucherverhalten zu ändern. |
14 | আমার পরিবার এখন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপ মাত্রা সব সময় ২৮ ডিগ্রী সেন্টিগ্রেডে রাখে! এছাড়াও আমার এখন সবাই সব সময় চেষ্টা করি এক সাথে এক কামরায় থাকতে, যাতে একটি মাত্র শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার হয়। | Roco lebt in Kobe, im Westen Japans, und sagt, dass ihre Familie ihre Gewohnheiten geändert [jp] habe, obwohl jener Teil Japans gar nicht direkt durch die Atomkatastrophe in Fukushima betroffen war: |
15 | এগুলো হচ্ছে সেই সমস্ত বিষয় যেসবের উপর আমরা মনোযোগ প্রদান করি, এর সাথে যুক্ত রয়েছে এক ঘণ্টা আগে বিছানায় যাওয়া এবং সকালকে আরো কার্যকর ভাবে ব্যবহার করা। | In meiner Familie ist es inzwischen normal, die Klimaanlage auf eine Temperatur von 28℃ einzustellen! |
16 | বেলা ২ টার দিকে কম্পিউটার এবং টিভির মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করা ভালো। | Wir versuchen außerdem uns so oft wie möglich in nur einem Raum aufzuhalten, um nur eine Klimaanlage nutzen zu müssen! |
17 | কারণ সে সময় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে থাকে। | Das sind nur einige der Dinge, auf die wir geachtet haben. |
18 | “সাৎসুডেন” (সংক্ষেপে বিদ্যুৎ বাঁচাও) প্রতিদিনের একটি শব্দে এবং কিছু কিছু ঘটনায় আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। | Zudem gehen wir eine Stunde früher ins Bett und nutzen dafür die Morgenstunden effektiver. |
19 | যেমন বলা যায, সাৎসুডেন রন্ধন প্রণালী ইন্টারনেট জনপ্রিয় হয়ে উঠেছে। এদিকে নাগরিকরা কি ভাবে বিদ্যুৎ বাঁচিয়ে উৎকৃষ্ট উপায়ে খাওয়ার যায়, সেই বার্তা সবার কাছে ছড়িয়ে দিচ্ছে। | Auch gut ist, wenn man darauf verzichtet, um zwei Uhr nachmittags herum den PC oder Fernseher zu benutzen, weil dann der allgemeine Stromverbrauch am höchsten ist. |
20 | সিরোসাগি নামক ভদ্রমহিলা তাঁর ব্লগে বেশ কছু পরামর্শ প্রদান করেছে[ জাপানী ভাষায়]; | “Setsuden” (eine Abkürzung für “Stromsparen”) ist inzwischen ein Alltagsbegriff und in manchen Fällen sogar ein Trend. |
21 | যদি আপনি রান্না করতে হয় এমন খাবার ব্যবহার করেন তাহলে অবশ্যই ঘরের তাপমাত্রা বেড়ে এবং আপনি গরম অনুভব করতে থাকবেন, যার ফলে বলা যায় তাজা খাবার খাওয়া হয়, তাহলে তা বিদ্যুৎ সঞ্চয়ে সাহায্য করবে এবং আমাদেরকে ঠাণ্ডা রাখবে। | Setsuden Rezepte, zum Beispiel, erfreuen sich im Internet großer Beliebtheit, weil man mit ihnen Gerichte zubereiten kann, die wenig Strom verbrauchen. |
22 | সেৎসুডেন এর নিখুঁত এক উদাহরণ হচ্ছে সাসিমি, কারণ আপনি রান্না না করেই এই খাবার খেতে পারেন [কাঁচা মাছ]। | Shirousagi hat auf ihrem Blog einige Vorschläge [jp] gepostet: |
23 | বিদ্যুৎ বাঁচানোর এই প্রবণতা শুরু হয়েছিল গ্রীষ্মের আগে, যে সময় ঘরোয়া এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি বিক্রির দোকান বিভিন্ন পণ্যের উপর ছাড় দেওয়া শুরু করে, যাতে নাগরিকরা কম বিদ্যুৎ খরচ করার সুবিধা লাভ করে। | Für meine setsuden Rezepte verwende ich viele Zutaten wie Tofu, in Soja gekochte Zutaten, eingelegte umeboshi (Konserven Pflaumen), Seegras, saure Gurken, Schinken, zerkleinerten Fisch etc., weil die Zubereitung schnell geht und keinen Strom braucht. |
24 | ব্লগার বোতা মে মাসে প্রথম সেৎসুডেন যন্ত্র লাভের পর থেকে তাঁর জীবনযাত্রা পাল্টাতে শুরু করেন: | Wenn man Essen kochen muss, heizt das auch immer den Raum auf und einem wird schnell heiß. |
25 | ১) আমি ইলেকট্রিক কোম্পানীর সাথে চুক্তি পাল্টে ৪০ এ্যাম্পায়ারের বদলে ৩০ এ্যাম্পায়ারের জিনিষ নিয়ে আসি। | Isst man hingegen Frischkost, spart man Strom und bleibt angenehm kühl. |
26 | এর উদ্দেশ্য ছিল আমি যে যন্ত্র ব্যবহার করব তা যেন বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কমিয়ে দেয়। | Ein tolles Beispiel für setsuden sind Sashimi, weil es aus rohem Fisch und damit ohne Kochen zubereitet wird. |
27 | ২) আমি সেই সমস্ত বাল্ব ব্যবহার বন্ধ করে দিলাম যে সব বাল্বে অনেক বেশী বিদ্যুৎ লাগে, যেমন ডাউন লাইট এবং ক্রিপ্টন বাল্ব। | Der Trend hin zum Stromsparen ging kurz vor dem Sommer los als Baumärkte und Elektrogeschäfte damit anfingen, Angebote für stromsparende Geräte zu machen. |
28 | (লেড বা সিসার দ্বারা তৈরি বাতি এখনো অনেক ব্যায়বহুল, যার ফলে আমার পক্ষে এখনই তা ব্যবহার করা সম্ভব নয়)। […] | Der Blogger Bota begann im Mai damit seinen Lifestyle zu ändern [jp], indem er seine ersten setsuden-Geräte erwarb. […] |
29 | ৩) আমি টোকিও ইলেকট্রিক কোম্পানীর কাছে “ বিদ্যুৎ ব্যবহার তালিকা” (ইলেকট্রিক শেপ আপ চার্ট) -এর জন্য দরখাস্ত করছি, যাতে আমি প্রতি মাসে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছি তা যাচাই করতে পারি। | 3) Ich habe mich außerdem bei TEPCOs “electricity shape up chart” (Strom-Entwicklungsgrafik) angemeldet, damit ich meinen Energieverbrauch Monat für Monat nachvollziehen kann. |
30 | ৪) যেহেতু আমি গরমের উষ্ণতার জন্য প্রস্তুত হচ্ছি, সে কারণে আমি এক সবুজ বেষ্টনী তৈরি করেছি। | 4) Als Vorbereitung auf die Sommerhitze habe ich einen Pflanzen-Vorhang aufgehängt. |
31 | এই বছর অনেক পরিবার করলা (বিটার মেলন) কিংবা মর্নিং গ্লোরী নামক ফুলের চাষ করছে যাতে ছায়া সৃষ্টি করা যায়। | Viele Familien haben dieses Jahr damit begonnen Bittermelone oder Prunkwinden zu züchten (diese sollen Schatten spenden). |
32 | যার ফলে এখন দোকানে আর কেউ যায় না। | In den Supermärkten sind diese Pflanzen deshalb alle ausverkauft. |
33 | গোয়া বা করলা লতার আচ্ছাদন। | Goya (Bittermelone) Vorhang, von Hidetsugu Tonomura. |
34 | ছবি হিদেতসুগু তোনামুরার সিসি বাই-এনসি ২. | CC BY-NC 2.0 |
35 | ০ ১) জুলাই-এ আমি সাধারণ বাতির বদলে লেড বা সিসার বাতি ব্যবহার করতে সক্ষম হব। | 1) Im Juli habe ich alle Glühbirnen durch LEDs ersetzt. |
36 | তবে বর্ষাকালের পরে যখন সুর্য আরো উত্তাপ ছড়াতে শুরু করবে তখন আমি তাপ প্রতিরোধী আচ্ছাদন ব্যবহার করতে শুরু করব, কারণ বাড়তি উত্তাপ রোধ করা হচ্ছে আমার লক্ষ্য। | Nachdem aber die Regenzeit vorüber war und die Sonne immer kräftiger wurde, habe ich wegen der zunehmenden Hitze wärmedämmende Folie benutzt. |
37 | তবে আমি নিশ্চিত নই এই আচ্ছাদন কতটা কার্যকর হবে। | Von deren Wirkung bin ich aber noch nicht so überzeugt. |
38 | তাপ প্রতিরোধী আচ্ছাদন। | Wärmedämmende Folie, von YTO. |
39 | ছবি ওয়াইটিও-এর। সিসি বাই ২. | CC BY 2.0 |
40 | ০ এখনো সন্দেহ রয়ে গেছে বিদ্যুৎ সঞ্চয়ের এই সমস্ত ছোট ছোট অভ্যাস আদৌও কোন পার্থক্য গড়ে দেবে কিনা। @কোচশুকি নামের নাগরিক গোষ্ঠী গর্বিত যে তাদের প্রচেষ্টা সফল হয়েছে। | Auch wenn noch Zweifel bestehen, ob diese kleinen Veränderungen im Energieverhalten einen wirklichen Unterschied machen, sind Menschen wie @coachsuki stolz auf ihre Erfolge. |
41 | আমি এখন কি পরিমাণ বিদ্যুৎ খরচ করছি, তার তালিকা পেয়ে গেছি! | Ich habe den Bericht zu meinem Stromverbrauch bekommen! |
42 | এই মাসে আমি গত বছরের একই মাসের তুলনায় ৩১ শতাংশ কম বিদ্যুৎ খরচ করেছি। | Diesen Monat habe ich 31 % weniger Energie verbraucht, als im gleichen Zeitraum letztes Jahr. |
43 | \(^o^)। সম্ভবত বিষয়টি এই বাস্তবতার উপর নির্ভর করছে যে আমি ঘরের বাতিগুলোকে বদলে দিয়েছিলাম, এছাড়াও এখন আমি বৈদ্যুতিক পাখা এবং “শীতল আচ্ছাদন” ব্যবহার করছি। | \(^o^)/ Wahrscheinlich liegt das an den ausgetauschten Glühbirnen und dem Umstand, dass ich nur noch Ventilatoren benutze und außerdem einen “Kühlschrank-Vorhang” ♩ Damit konnte ich einiges an Strom sparen! |
44 | কাজে আমি প্রকৃতপক্ষে বিদ্যুৎ বাঁচাতে সক্ষম হয়েছি। | (o^^o) |