# | ben | deu |
---|
1 | আলজেরিয়া: যুক্তরাষ্ট্রের হাতে পরাজয় দেশটিকে মাটিতে নামিয়ে এনেছে | Algerien: Die Niederlage gegen die USA bringt das Land zur Erde zurück |
2 | আলজেরিয়ার নাগরিকদের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে, তারা উপলব্ধি করেছে যে ফুটবল খেলায় জেতার জন্য কেবল স্বদেশ প্রেমই যথেষ্ট নয়। | Die Algerier schwankten von Hoffnung zu Enttäuschung, als sie erkennen mussten, dass Patriotismus alleine nicht genügt, um beim Fußball zu gewinnen. |
3 | বাস্তবে, বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার তাদের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়, যখন ফিফা ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফুটবল দল ১-০ গোলে তাদের দলটিকে পরাজিত করে। | Tatsächlich wurden ihre Träume am Mittwoch in Pretoria, Südafrika, zunichtegemacht, als die amerikanische Fußballmannschaft sie bei dem FIFA-Worldcup mit 1 zu Null schlug und damit aus dem Wettbewerb ausschaltete. |
4 | এই পরাজয়ের ফলে বিশ্বকাপের প্রথম পর্ব থেকে আলজেরিয়ার ফুটবল দলকে বিদায় নিতে হয়। | Algerische Blogger haben die Niederlage kommentiert, wie Aberrahmane schreibt [Fr]: |
5 | আলজেরিয়ান ব্লগাররা এই পরাজয়ের উপর মন্তব্য করেছে, যেমন এব্রারাহামেনে, যে লিখেছে [ফরাসী ভাষায়]: | Algerien erzielte bei der WM in Südafrika bei drei Spielen zwei Niederlagen und ein kleines Unentschieden. |
6 | দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আলজেরিয়ার ফুটবল দল তাদের তিনটি খেলার মধ্যে দুটিতে পরাজয় বরণ করে এবং একটি খেলা সামান্য সম্মানজনকভাবে অমিমাংসিত অবস্থায় শেষ করে। | |
7 | এই বিশ্বকাপে আলজেরিয়ার একমাত্র দল যারা একটি খেলায়ও গোল দিতে পারেনি। | Algerien ist das einzige Team, dass es geschafft hat bei diesem Worldcup kein Tor zu schießen. |
8 | আলজেরিয়ায় যেহেতু খুব বেশি ফুটবল খেলা হয়না, তাই আলজেরিয়ার কোচ বিদেশের লীগে খেলা খেলোয়াড়দের ডাকতে বাধ্য হয়। | Aufgrund des sehr niedrigen Fußball-Niveaus in Algerien war der Trainer gezwungen, Spieler aus dem Ausland einzusetzen. |
9 | এই সমস্ত খেলোয়াড়রা আলজেরিয়াকে আফ্রিকান কাপ ও বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে সাহায্য করেছিল, কিন্তু তারা দলটিকে আর এর বেশি নিয়ে যেতে পারেনি। | Diese Spieler haben Algerien dazu gebracht, sich für den Afrika-Cup und den World-Cup zu qualifizieren, konnten aber nicht mithelfen, das Land weiterzubringen. |
10 | আলজেরিয়ার ফুটবল দল বিশ্বকাপে কোন সম্মান বয়ে না আনার কারণে লে মন্তাগনার্ড তার দেশের পরাজয়ের কথা বিবেচনা করে কঠোর ভাষায় মন্তব্য করেছে [ফরাসী ভাষায়]: | Le Montagnard urteilte [Fr] sehr hart über die Niederlage im Hinblick darauf, dass Algerien die WM aller Ehren beraubt verlässt: |
11 | এই দলের খেলার মান ছিল দুর্বল। | Die Leistung des Teams ist schlecht. |
12 | তারা কেবল ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা অমীমাংসিতভাবে শেষ করতে সমর্থ হয়। | Gegen die englische Mannschaft erreichten sie nur ein Unentschieden. |
13 | জিয়ানি এবং ডেজুবুর মত খেলোয়াড় এবং অন্যান্য খেলোয়াড়েরা প্রতিযোগিতা শেষে পেছনের দরজায় দিয়ে বেড়িয়ে আসে। | Spieler wie Ziani, Djebour und andere verlassen den Wettbewerb durch die Hintertür. |
14 | এতে বিস্ময়ের কিছুই ছিল না, কারণ তারা মাসের পর মাস তাদের ক্লাবের খেলায় মাঠে নামতে পারেনি। | Das ist keine Überraschung, denn sie haben seit Monaten nicht mehr für ihre Vereine gespielt. |
15 | দেজাল্লা নামরি এতে নিশ্চিতভাবে হতাশ। | Djalla Namri ist sichtlich enttäuscht. |
16 | তিনি বিশ্বকাপের প্রাক মূহূর্তে আলজেরিয়া দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন: | Er stellt die Vorbereitungen der algerischen Mannschaft vor der WM infrage [Fr]: |
17 | তা হলে প্রশ্ন জাগে: কিসের জন্য আমরা দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম। | Es bleibt also die Frage: Was haben wir eigentlich getan, um nach Südafrika zu fahren? |
18 | এই প্রশ্নের উত্তর এভাবে দেওয়া হচ্ছে: এল মৌহিম আল মৌশারাকা (প্রতিযোগিতা অংশগ্রহণই বড় কথা)। | Die Antwort lautet: ‘El Mouhim al Musharaka ‘ (die Teilnahme ist wichtig)!! |
19 | আমরা প্রচুর বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছি, কিন্তু লক্ষ লক্ষ সমর্থকদের এই ধারণা প্রদান করেছি: আমাদের আক্রমণ ভাগ বলে কিছু ছিল না। | Wir unterzeichneten viele Werbeverträge, ließen aber Millionen von Fans mit dieser Erklärung hängen: es fehlte beim Angriff. |
20 | দল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া সত্বেও আলজেরিয়ার সমর্থকরা তাদের দলের গোলরক্ষক মো'বোলহির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছে, যেমনটা ব্লগার আর. জেড তার উপর গুরুত্ব প্রদান করেছে [ফরাসী ভাষায়]: | Trotz des Ausscheidens des Teams aus dem World-Cup haben die Algerier ihrem Torhüter M'bolhi große Anerkennung gezollt, wie der Blogger R.Z. betont [Fr]: |
21 | নি:সন্দেহে সেদিন মাঠে সুবজ জামাধারী দলটির গোলরক্ষক মো'বোলিহ দলের সেরা খেলোয়াড়টি ছিল। | Der Torwart der Grünen, M'Bolhi, war zweifellos der beste Algerier auf dem Spielfeld. |
22 | এটা স্বীকার করে নিতে হবে যে, তার কারণে সেদিন আলজেরিয়া বড় ধরনের পরাজয়ের হাত থেকে রক্ষা পায়, তার সঠিক সময়ে অবস্থান এবং দুর্দান্ত বিচার ক্ষমতাকে ধন্যবাদ, যা যুক্তরাষ্ট্রের আক্রমণের সম্মুখে ভঙ্গুর আলজেরিয়ার রক্ষণভাগের জন্য প্রয়োজনীয় বলে বিবেচিত হয়েছে। | Es muss anerkannt werden, dass er für sein Team eine schwere Niederlage verhindert hat, dank seiner Interventionen und entscheidenden richtigen Einschätzungen, die der eher wackeligen algerischen Verteidigung gegen die Angriffe der Amerikaner Vorteile verschafften. |
23 | মো'বোলিহ গোল রক্ষার সময় সঠিক জায়গা বেছে নিয়েছিল, ভালো খেলা প্রদর্শন করেছিল, সে ছিল দৃঢ়, সে ঠান্ডা মাথায় খেলছিল এবং সবচেয়ে বড় বিষয় ছিল তার অসাধারণ বিনয়। | M'Bolhi wählte die richtigen Positionen, zeigte ein gutes Spiel mit Engagement, mit kaltem Blut, und vor allem großer Demut. |
24 | পরাজয়ে হতাশ আলজেরিয়ার গোলরক্ষক। | Algeriens Torwart über Verlust enttäuscht |
25 | অন্য একজন ব্লগার খালেদ মিমোউনেও আলজেরিয়ার গোলরক্ষককে অভিবাদন জানাচ্ছেন [ফারসী ভাষায়], তিনি লিখেছেন: | Ein anderer Blogger, Khalid Mimoune, salutiert [Ar] ebenfalls den algerischen Torhüter. Er schreibt: |
26 | আমি গোলরক্ষক রিয়াস মো'বোলহিকে অভিবাদন জানাই যে তার খেলা দিয়ে আমাকে বিস্মিত করেছে। যুক্তরাষ্ট্র এবং ইংরেজদের আক্রমণ মোকাবেলা সে তার মনোসংযোগ এবং ধৈর্য বজায় রেখেছিল ছিল। | Ich verbeuge mich vor Torhüter M'bolhi Rais, der mich mit seinem Spiel, seiner Konzentration und Widerstandsfähigkeit gegen die Angriffe der Amerikaner und Engländer überrascht hat. |
27 | সাংবাদিক ইথারি বেলাটেচে এই বলে উপসংহার টেনেছেন [ফরাসী ভাষায়]: | Journalist Ithri Belateche sagt abschließend [Fr]: |
28 | এখন আলজেরিয়দের জন্য এই প্রতিযোগিতা শেষ হয়ে গেছে এবং এরপর ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের আর কোন আগ্রহ থাকবে না। চলুন আমারা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাই এবং বেকারত্ব, দারিদ্র্য, অপরাধ, সিমেন্ট, হারাগাস (অভিবাসন), দূর্নীতি এবং সন্ত্রাস নিয়ে আলোচনা করি। | Der Wettkampf ist nun vorbei und wir haben an der Fußball-Weltmeisterschaft kein Interesse mehr; so lasst uns dann zurück zum Alltag übergehen und über Arbeitslosigkeit, Armut, Kriminalität, Zement, Harragas (illegale Einwanderer), Korruption und Terrorismus sprechen. |
29 | সংক্ষেপে বলা যায় আমাদের দৈনন্দিন জীবনে ফিরে যাই, চলুন আমরা নিজেদের ছুঁড়ে না দিই এবং জাতীয়তার প্রতীকের আড়ালে লুকিয়ে না ফেলি। | Kurz gesagt kehren wir also zur alten Routine zurück; doch sollten wir unser National-Emblem nicht in den Schrank werfen und es vergessen. |
30 | ফরাসী ভাষায় মূল প্রবন্ধটি লিখেছেন মোহামেদ বেন্দেরউচে এবং ইংরেজীতে তা অনুবাদ করেছেন হিশাম। | |