Sentence alignment for gv-ben-20111227-21870.xml (html) - gv-deu-20120104-5756.xml (html)

#bendeu
1যুক্তরাষ্ট্রঃ প্রাণ বিকাশের পরিবেশ রয়েছে, নাসা এমন একটি গ্রহ আবিষ্কার করেছেUSA: Hat NASA einen möglicherweise bewohnbaren Planeten entdeckt?
2দৃশ্যমান এই মহাবিশ্বে অন্তত একশ বিলিয়ন গ্যালাক্সি বা মহাবিশ্ব রয়েছে এবং আমাদের বিশ্ব যে মিল্কিওয়ে নাম গ্যালাক্সিতে অবস্থান করছে, কেবল এই গ্যালাক্সিতে দুইশত বিলিয়ন তারা রয়েছে, এই রকম বাস্তবতায় এখন এমন একটি গ্রহ আবিষ্কার করা, যার পরিবেশ মানব বসবাসের উপযোগী, তার সম্ভবনা অনেক জোরালো।Da es im beobachtbaren Universum mindestens hundert Millionen Galaxien und alleine zweihundert Millionen Sterne in der lokalen Milchstraße gibt, ist die Existenz von Planeten wahrscheinlich, auf denen es menschenähnliches Leben gibt.
3কিন্তু এখন পর্যন্ত এমন কোন সুনিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি, যাতে নিশ্চিত হওয়া গেছে যে মহাবিশ্বে এ রকম কোন গ্রহের অস্তিত্ব রয়েছে।Es gibt jedoch noch keine konkreten Hinweise auf einen solchen Planeten.
4তবে, ৫ ডিসেম্বর, ২০১১ তারিখে, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাশূন্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নাসা ঘোষণা প্রদান করে যে, কেপলার নামক টেলিস্কোপ-এর মাধ্যমে কেপলার -২২ বি নামক একটি গ্রহের খোঁজ পাওয়া গেছে।
5উক্ত গ্রহ তার নিজস্ব সৌরজগতের নক্ষত্র থেকে সঠিক দূরত্বে অবস্থান করছে। এবং সম্ভাবনা রয়েছে যে, এই গ্রহে প্রাণের বিকাশের উপযুক্ত পরিবেশ রয়েছে।Am 5. Dezember 2011 hat NASA, die US-amerikanische Weltraumbehörde, die Entdeckung des Planeten Kepler-22b mit Hilfe des Weltraumteleskops Kepler bekanntgegeben.
6বিজ্ঞান বিষয়ক ব্লগ লেখকরা এই সংবাদে তাদের প্রতিক্রিয়া প্রদান করেছে এবং সাথে তারা তাদের বিশ্লেষণ এবং নিজস্ব তত্ব প্রদান করেছে।Der Planet umkreist seinen Stern in gerade der richtigen Entfernung für eine Oberflächentemperatur im bewohnbaren Bereich.
7শিল্পীর চোখে পৃথিবীর সৌরজগৎ-এর সাথে কেপলার-২২ এর সৌরজগতের তুলনা।Wissenschaftsblogger trugen ihre eigenen Analysen und Theorien zur Entdeckung bei.
8নাসার কেপলার নামক টেলিস্কোপ এমন এক সৌরজগতের সন্ধান পেয়েছে, যেখানে প্রথম কোন “বাস যোগ্য “ গ্রহের সন্ধান পাওয়া গেল।Größenvergleich des Sonnensystems der Erde mit Kepler-22b (künstlerisch freie Darstellung), einem Sternensystem mit dem ersten, von NASAs Kepler-Mission entdeckten, „bewohnbaren” Planeten.
9ছবির কৃতিত্ব নাসা/ আমেস/ জেপিএল-ক্লাটেক-এরBildnachweis: NASA/Ames/JPL-Caltech
10হ্যামেস্ফিয়ার কলেজ-এর জ্যোতির্বিজ্ঞান-এর অধ্যাপক সালমান হামিদ এই আবিস্কারে উত্তেজিত:Astronomie-Professor Salman Hameed vom Hampshire College ist von der Entdeckung begeistert: Ja.
11হ্যাঁ, জ্যোতির্বিদেরা নক্ষত্রমণ্ডল-এ, এক সৌরজগতে পৃথিবীর মত এক গ্রহ আবিস্কার করেছে-এটি তার নক্ষত্র বা সূর্য থেকে এমন এক দূরত্বে অবস্থান করছে, যার ফলে যেখানে পানি তরল অবস্থায় পাবার সম্ভাবনা রয়েছে-যদি তা বিস্ময়কর নাও হয়, তারপরেও এটা একটি অসাধারণ আবিস্কার।Astronomen haben die erste Entdeckung eines erdähnlichen Planeten in der bewohnbaren Zone des Sterns bestätigt - d.h. in einer Entfernung vom Stern, wo Wasser in flüssiger Form vorhanden sein könnte… Diese Entdeckung ist fantastisch, wenn auch nicht wirklich unerwartet.
12মহাবিশ্বে অজস্র গ্রহ রয়েছে, এবং কোন গ্রহের পরিবেশ, পৃথিবীর পরিবেশের সাথে মিলে যায়, এমন গ্রহ আমরা খুঁজে পেতে বাধ্য।Es gibt da draußen einfach viel zu viele Planeten und wir werden zwangsläufig Planeten mit erdähnlichen Lebensbedingungen finden.
13এবং উভয় গ্রহের জীবনেরও মাঝেও অনেক মিল খুঁজে পাওয়া যেতে পারে।Und es ist auch wahrscheinlich, dass die Existenz von Leben weit verbreitet ist.
14এমন প্রাণীও সেখানে হয়ত পাওয়া যাবে, যারা দূরবীক্ষণ বা টেলিস্কোপ বানাতে সক্ষম?Aber Lebewesen, die Teleskope bauen können?
15জানি না!Keine Ahnung.
16তিনি আরো বিস্তারিত বর্ণনা প্রদান করেছেন:Er erläutert weitere Details:
17বেশ, এই গ্রহ সম্বন্ধে আমরা কি কি জানি?Also, was wissen wir über diesen Planeten?
18এটাকে কেপলার ২২বি নামে ডাকা হচ্ছে।Er wird Kepler 22b genannt.
19এখন পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীরা যতগুলো গ্রহের নাম পেয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে আকর্ষণীয় (এর প্রকৃত কারণ হচ্ছে এটি কেপলার নামক টেলিস্কোপ আবিস্কার করেছে)।Das ist der attraktivste Name, der den Astronomen eingefallen ist (nein, eigentlich, weil er vom Kepler-Teleskop entdeckt wurde).
20এটি পৃথিবী থেকে ৬০০ আলোক বর্ষ দুরে অবস্থিত-এটা কেবল এত দুরে যে, আমরা আসলে যাত্রার জন্য এখনই ব্যাগ গোছানোর কথা চিন্তা করতে পারি না।Er ist ca. 600 Lichtjahre entfernt - gerade weit genug weg, dass wir nicht über einen schnellen Besuch nachdenken können…
21সেখানে কি কোন প্রাণের অস্তিত্ব আছে?Gibt es dort Leben?
22এখনো আমরা জানি না।Das wissen wir nicht.
23যখন গ্রহটি তার নিজ নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করছিল, তখনই তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে, যে সৌরজগতে তার বাস, সেই সৌরজগতের সূর্য অতিক্রম করার সময় সেই নক্ষত্রের আলোয় খানিকটা অনুজ্জ্বল ভাবে আমাদের টেলিস্কোপে ধরা পড়ে।Dieser Planet wurde entdeckt, als er vor seinem Stern vorbeizog und so das Licht des Zentralsterns etwas abdunkelte.
24এই গ্রহের কোন ছবি আমাদের কাছে নেই।Wir haben kein Bild des Planeten.
25যখন আমাদের কাছে আসবে, এবং সেই ছবি পেতে আমাদের প্রায় এক বছর লাগবে- তখন আমরা সম্ভাবনার ভিত্তিতে এর পরিবেশে কি কি রাসায়ানিক উপাদান রয়েছে তা বিশ্লেষণ করতে পারব।Wenn wir eins bekommen - und das kann Jahre dauern - dann können wir möglicherweise die Zusammensetzung seiner Atmosphäre analysieren.
26এর আবহাওয়া মণ্ডলে বাতাসের উপস্থিতি প্রাণ ধারণের জন্য এক গুরুত্বপূর্ণ নিদর্শন, কারণ আমাদের পৃথিবীর পরিবেশে অক্সিজেন রয়েছে, যার কারনে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিরাজমান। .Das Vorhandensein von Sauerstoff in der Atmosphäre wäre ein guter Hinweis auf die Existenz von Leben, da Sauerstoff in unserer eigenen Atmosphäre ein Nebenprodukt von Leben ist.
27মহাকাশে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া আর খুব বেশী দুরের ব্যাপার নয়।Wir kommen der Entdeckung von Leben einen Schritt näher.
28হেলেন চ্যাপেল একজন প্রাক্তন জ্যোতিবিজ্ঞানী, যিনি ইউনিভার্সিটি অফ কলোরাডোর পদার্থবিদ্যায় শিক্ষা লাভ করেন।Helen Chappell, eine ehemalige Astronomin, die Physik an der Universität von Colorado in Boulder studierte, erläutert drei Gründe, warum ihr Kepler-22b egal ist:
29তিনি উল্লেখ করেছেন, তিনটি কারনে তিনি কেপলার -২২বি নামক গ্রহটি নিয়ে তেমন একটা আগ্রহী নন: সৌরজগতের শত শত গ্রহ যাচাই করার পর কেপলারকে পাওয়া গেছে।Kepler hat hunderte extrasolare Planeten entdeckt, und es wird auch weiterhin hunderte solche Planeten finden, bis das Projektbudget aufgebraucht ist.
30আর এর ফলে আগামীতে আরো শ-খানেক গ্রহ যাচাই করার জন্য অর্থ পাওয়া যাবে, যতক্ষণ না এই কাজে প্রদান করা অর্থ ফুরিয়ে আসে।Kepler 22b ist nur das Vorzeigekind für die Bekanntgabe der NASA von mehr als 1.000 neuen Planeten-Kandidaten. […]
31কেপলার ২২বি হচ্ছে নাসা নামক প্রতিষ্ঠানের জন্য পোস্টার চাইল্ড (এমন শিশুর পোস্টার যার দেখিয়ে সাহায্য গ্রহণ করা হয়) যার মধ্যে দিয়ে নাসা ১,০০০ নতুন গ্রহের অনুসন্ধানের কথা ঘোষণা প্রদান করতে পারবে।Venus [wie Kepler 22b] liegt nicht zu weit außerhalb der bewohnbaren Zone…[aber] wir wissen, dass es dort heiß genug ist, dass Blei auf der Oberfläche schmilzt.
32[..] মঙ্গল [ যা অনেকটা কেপলার ২২বি-এর মত] সেটি বসবাসযোগ্য পরিবেশের একেবারে ঠিক বাইরে নয়।। [কিন্তু] আমরা জানি যে এটার উপরিভাগ এত গরম যে তা সীসাকে গলিয়ে দিতে পারে।Venus ist für Leben kein guter Ort, aber es wäre extraterrestrischen Astronomen nicht möglich, das herauszufinden, wenn sie die gleiche Technologie wie wir benutzen.
33জীবন ধারনের জন্য মঙ্গল খুব একটা চমৎকার গ্রহ নয়, কিন্তু বর্হিবিশ্বে নিয়ে গবেষণা করা জ্যোতি বিজ্ঞানীদের এখনো বের করার কোন উপায় নেই যে, মহাবিশ্বের বাইরের কোন প্রাণী কি ঠিক আমাদের মত প্রযুক্তি ব্যবহার করে কিনা।
34সম্ভবত মঙ্গলের জীবন ধারণের পরিবেশের বাস্তবতায় বলা যায় কেপলার ২২বি বাসিন্দার অনেকটা আগ্রহী হতে পারে যে প্রাণের অস্তিত্ব আছে কিনা।Vielleicht sind ja die Leute auf Kepler 22b über die mögliche Existenz von Leben auf Venus begeistert.
35[…] আমাদের পরিষ্কার ভাবে বের করার উপায় নেই, যে কেপলার ২২বি -অথবা মহাকাশের অন্য কোন সৌরজগতের কোন গ্রহে -আদতে কোন প্রাণের জন্য বাসযোগ্য পরিবেশ আছে কিনা।Wir können nicht herausfinden, ob Kepler 22b - oder irgendein anderer extrasolarer Planet - tatsächlich Leben beherbergt.
36এই উত্তেজনাকর আবিস্কারের ক্ষেত্রে ভদ্রমহিলা একটি ইতিবাচক দিক দেখতে পাচ্ছেন:Sie erkennt jedoch einen positiven Aspekt der Aufregung über die Entdeckung an:
37কেপলার ২২বি-এর মত একটি গ্রহের আবিস্কারে সবাই জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে আগ্রহী হয়ে উঠবে, এবং এর ফলে জনতাকে (বিশেষ করে শিশুদের) বিজ্ঞান সম্বন্ধে শিক্ষা প্রদান করার সুযোগ সৃষ্টি হবে। […]Entdeckungen wie Kepler 22b begeistern Alle für die Astronomie und eröffnen neue Möglichkeiten, den Leuten (besonders Kindern) die Wissenschaft näherzubringen.
38এমনকি যদিও আমি কেপলার ২২বি নিয়ে আপনাদের কল্পনার বুদবুদ ফাটিয়ে দিয়ে থাকি, তারপরেও বিজ্ঞানের জন্য এটা হুররে বলে চেঁচিয়ে ওঠার বিষয়।Also, toll für die Wissenschaft, auch wenn ich gerade Ihren Kepler 22b-Traum wie eine Seifenblase zerplatzt habe.
39আরেকজন সমালোচক, ছদ্মনামের এই ব্লগার যে কিনা ঘূর্ণিঝড়ের মধ্যে বেঁচে থাকা নিয়ে পড়ালেখা করেছে, সে কেপলার ২২বি নিয়ে যে ভুল ধারনা সে সম্বন্ধে আলোচনা করেছে।Ein weiterer Kritiker, ein anonymer Blogger, der hauptberuflich Tornados erforscht, debattiert irrige Meinungen über Kepler-22b, kommt jedoch dennoch zum Schluss:
40কিন্তু সে সর্বোপরি যুক্ত করেছে: এটি হচ্ছে প্রথম এক ধাপ এবং এটি হচ্ছে এমন এক ধাপ যা আগে গ্রহণ করা হয়নি।Es ist ein erster Schritt, und es ist ein Schritt, den wir noch nie zuvor gemacht haben.
41এটা একটা বিশাল সংবাদ!Das ist eine tolle Neuigkeit!
42এবং বাস্তবতা হচ্ছে বসবাস যোগ্য পরিবেশ থাকতে পারে এমন নক্ষত্র সম্বলিত সৌরজগতের মাঝে ৪৮ ভিন্ন গ্রহ এখনো প্রাণের বাসযোগ্য বিবেচনায় নিজেদের প্রার্থী হিসেবে উপস্থাপন করছে।Und die Tatsache, dass wir noch 48 weitere Kandidaten in der bewohnbaren Zone um ihre jeweiligen Sterne haben ist eine tolle Sache.
43মন্তব্য বিভাগে, এই পৃথিবী এবং কেপলার -২২ বি-এর মাঝে প্রকৃত দূরত্ব নিয়ে আলোচনা করা হয়েছে:Aber diese Neuigkeiten sind Nachrichtenmaterial in einer Art, die den meisten Medien anscheinend entgeht.
44বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ গতির যে যান, সেই যানের গতি অনুসারে চললে এই গ্রহে পৌঁছতে মানুষের লক্ষ লক্ষ বছর লেগে যাবে।In den Kommentaren erläutert der Blogger die tatsächliche Entfernung zwischen uns und Kepler-22b:
45এমন কি বিজ্ঞানের কল্পকাহিনীর ক্ষেত্রেও তা এ রকম জাহাজ এবং ক্রাউস্টসিস (শীতনিদ্রার মত মহাশূন্যে যানের জন্য বিশেষ নিদ্রা) তৈরি করা কল্পনার বাহিরে।Mit der derzeitig möglichen Höchstgeschwindigkeit würden wir so um mehrere zehn Millionen Jahre brauchen, um dorthin zu gelangen.
46এবং এর ফলাফল হচ্ছেঃ আগামীতে এই গ্রহ নিয়ে আরো যে সব পর্যবেক্ষণ আমরা করব, সেটি হবে ৬০০ বছর আগের চিত্র।Das ist auch für Science-Fiction-Generationenschiffe und Kryostase unerreichbar.
47৬০০ আলোকবর্ষ শুনতে অনেক বেশী মনে হলেও, জ্যোতির্বিদ্যার ভাষায় এটা মিনিট মাত্র, এমনকি যদিও বর্তমানে পৃথিবীতে সর্বোচ্চ গতির যানে করে সেখানে যেতে চাইলে লক্ষ লক্ষ বছর লাগবে।Und die logische Folgerung daraus: alle weiteren Beobachtungen, die wir machen, zeigen den Planeten, wie er vor 600 Jahren war.
48কিন্তু যদি আমরা এমন কোন যান তৈরি করতে পারি যা আলোর গতির কাছাকাছি গতিতে যেতে সক্ষম, তাহলে কেপলার ২২ বি-তে উক্ত যানের যাত্রীরা পৌঁছাতে সক্ষম হবে।600 Lichtjahre mögen sich sehr weit anhören, diese Distanz ist jedoch auf einer astronomischen Skala minimal, selbst wenn wir mit unserer derzeitigen Geschwindigkeit Millionen Jahre für eine Reise zu Kepler-22b brauchen würden.
49আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে ভ্রমণকারীরা আরো কম সময়ে এই ভ্রমণের অভিজ্ঞতা লাভ করতে পারবে, প্রায় ২৪ বছরে তারা সেখানে পৌঁছে যেতে পারবে। কয়েকজন ব্লগার মহাকাশ যাত্রার মত বিষয়টিকে কম বেশী গুরুত্ব দিয়ে আলোচনা করছেঃWenn wir mit beinahe Lichtgeschwindigkeit reisen könnten, wäre es möglich, die Reise zu Kepler-22b zu überleben, da für die Reisenden nach Einsteins Relativitätstheorie nur ungefähr 24 Jahre verstreichen würden.
50ফ্রিল্যান্স লেখক ক্রিস রোডেল- এর ব্লগের নাম এইট ডে টু আমিশ, সেখানে তিনি লিখেছেন:Manche Blogger haben sich mit dem Thema Raumfahrt befasst, wobei manche etwas weniger ernst zu nehmen sind als andere.
51আমি নিশ্চিত যে রিপাবলিকানরা চিন্তা করছে, হুররে, এখন এমন একটা জায়গা পাওয়া গেল, ঐ সব বিরক্তিকর ডেমোক্রেটরা যতক্ষণ ইচ্ছা, ততক্ষণ জায়গাটা দখল করে রাখতে পারবে।”Auf Eight Days to Amish (Acht Tage zum Mennoniten), ein Blog vom freiberuflichen Autor Chris Rodell, findet man: Ich bin sicher, dass die Republikaner dachten: „Halleluja!
52ডেমোক্রেটদের চিন্তা হচ্ছে, আপনারা বাজী ধরতে পারেন যে লোভী রিপাবলিকানরা ইতোমধ্যে তাদের লুইস ভুইটন সুটকেস গোছাতে শুরু করেছে, তেলের কুপ খনন করা শুরু করেছে এবং হ্যালিবার্টেনের তেলের ব্যারেল থেকে তেল চুয়ে পড়তে শুরু করে আরেকটি পরিবেশ বিপর্যয়ের সূত্রপাত ঘটাতে যাচ্ছে, যতক্ষণ না বারাক ওবামা এটাকে যথেষ্ট বলে ঘোষণা না করে।Nun gibt's Platz, den die widerlichen Demokraten so lange besetzen können, wie sie wollen!“ Die Demokraten dachten, „Du kannst drauf wetten, dass die habgierigen Republikaner bereits ihre Louis Vuitton-Koffer, Bohrinseln und Halliburton-Fässer vorbereiten, um noch eine weitere unberührte Wildnis auszubeuten, bevor Obama sie zum Sperrgebiet macht. “
53এ্যাডভোকেট এথিস্ট হচ্ছে ত্রিস্টান ডি. ভিক-এর ব্লগ।Advocatus Atheist, ein Blog von Tristan D.
54তিনি জাপানে ইংরেজির শেখান। যদি কেপলার ২২বি- এক সভ্যতা বিরাজ করে থাকে যারা আন্তঃ মহাবিশ্বের যোগাযোগে সক্ষম, সেক্ষেত্রে তিনি কেপলার ২২বি-এর সাথে যোগাযোগ -এর বিষয়ে আরো আশাবাদী।Vick, einem Englischlehrer in Japan, macht Hoffnung auf eine Kommunikation mit Kepler-22b, wenn es dort eine Zivilisation gibt, die zur Kommunikation im Weltraum fähig ist.
55তিনি একটি ওয়ার্মহোল ( মহাশূন্য সময়ের মাধ্যমে একটি হাইপোথেটিকাল সংক্ষিপ্ত তৈরি করা) তৈরির পরামর্শ প্রদান করেন , যার মাধ্যমে হয়ত উভয়ের মধ্যে যোগাযোগ তৈরি করা সম্ভব।Er schlägt den Bau eines Wurmlochs vor (eine hypothetische Abkürzung durch die Raumzeit), das eine solche Kommunikation ermöglichen würde.
56তবে তিনি স্বীকার করেন যে তার এই পরামর্শ, কেবল তত্ত্বীয় ভাবে সম্ভব।Er gibt jedoch zu, dass dieser Vorschlag nur theoretisch möglich ist.
57ভিক যে উপসংহার টেনেছেন, মনে হচ্ছে কেপলার-২২বি-এর ক্ষেত্রে শিক্ষা গ্রহণের জন্য একটি উত্তম সারংশ:Vick schließt mit einer guten Zusammenfassung darüber, was wir von Kepler-22b lernen können:
58মহাবিশ্বের বাইরের কোন প্রাণীর সঙ্গে আমরা যোগাযোগ স্থাপনে সক্ষম হব কি না, তারচেয়ে আমার কাছে মনে হচ্ছে কেপলার ২২ বি আমাদের একটা স্বপ্ন দেখাচ্ছে যা সকল মানুষের স্বপ্ন- এক অভিযানের স্বপ্ন, এক কৌতূহল জনক যাত্রা এবং ইতিহাসের এক অংশ হবার।Egal ob wir jemals Kontakt mit Außerirdischen aufnehmen können oder nicht, es scheint mir, dass Kepler-22b einen Traum verkörpert, den alle Menschen teilen - den Traum vom Abenteuer, von interstellaren Reisen und davon, Geschichte zu schreiben.
59আমার কাছে মনে হচ্ছে , আমরা হয়ত ইতোমধ্যে ইতিহাস নির্মাণের এক স্বাক্ষীতে পরিণত হয়েছি এবং যদিও সত্যিকার অর্থে এই বিষয়ে সচেতন না হয়ে।Es scheint, dass wir hier bereits Zeugen davon sind, wie Geschichte geschrieben wird, und es ist uns nicht einmal wirklich bewusst.