Sentence alignment for gv-ben-20150326-47841.xml (html) - gv-deu-20150525-28809.xml (html)

#bendeu
1ঘরে বসে ঘুরে আসুন নেপালের এভারেস্ট অঞ্চলTrekking durch Nepals Everest-Gebiet ohne das Haus zu verlassen
2নেপালের হিমালয় অঞ্চলের আমা দাবালাম এলাকার এক ঝলক।Blick auf den Himalaya mit Ama Dablam in Sicht.
3ছবি ফ্লিকারের ফ্রাঙ্ক জেচ্চিনের।Foto von Flickr by Franck Zecchin.
4সিসি বাই-এনসি-এসএ ২.CC BY-NC-SA 2.0
5০। হিমালয় পর্বতমালায় অবস্থিত মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, যা বিশ্বজুড়ে পর্বতারোহীরা যে শৃঙ্গে একবার আরোহণের ইচ্ছে পোষণ করে এবং অনেক দুঃসাহসী অভিযাত্রী ও প্রকৃতিপ্রেমীর চূড়ান্ত গন্তব্য হচ্ছে হিমালয়ের এই বিস্তৃত অঞ্চল।Der Mount Everest, der höchste Berg des Himalayagebirges und auch der Welt, gehört zum Pflichtprogramm der Bergsteiger weltweit. Das Gebiet um diesen Berg ist extrem beliebt bei Abenteuer- und Naturreisenden.
6এই দুর্গম পাহাড়ি অঞ্চল এবং খাঁড়া এলাকায় ঘুরে বেড়ানো খুব সহজ কাজ নয়, যদি না আপনি শারীরিক ভাবে সক্ষম, ও অভিযান আপনার রক্তে না মিশে থাকে।Unwegsames Gelände und große Höhen machten die Region jedoch seit jeher für all diejenigen unzugänglich, die nicht gerade körperlich topfitte Adrenalin-Junkies sind.
7কিন্তু এখন থেকে আর এই ধরনের অভিযান অপরিহার্য নয়।Das hat sich nun geändert.
8গুগল, হিমালয় তথা খুম্বু এলাকার এক ভার্চুয়াল ভ্রমণের ব্যবস্থা করেছে, চলুন ঘুরে আসি এই পর্বতসংকুল পথে ও সেই বিস্ময়কর প্রকৃতিক এলাকায় যার চারপাশ ঘিরে আছে বিশ্বের সর্বোচ্চ সব পর্বত চূড়া।Google hat eine virtuelle Tour der Khumbu-Region produziert, so wie das Gebiet ebenfalls genannt wird. Auf dieser Tour wandert man auf dem sehr gefährlichen Weg und bekommt phantastische Landschaften zu sehen, umgeben von den höchsten Gipfeln der Welt.
9এভারেস্ট অঞ্চলে ঘুরে বেড়ানো দারুণ এক ব্যাপারে, যেখানকার ভূমি দারুণ বৈচিত্র্যময়, যেখানে রয়েছে গভীর গিরিখাদ, উপত্যকা, মাউন্ট এভারেস্ট, ইত্যাদি সব এলাকা।Trekking im Everest-Gebiet ist phantastisch, es gibt abwechslungsreiche Landschaften, tiefe Schluchten, Täler, den Mount Everest und so weiter.
10গুগল, নেপালের এভারেস্ট অঞ্চল ঘুরে দেখার জন্য এক ভার্চুয়াল ভ্রমণের ব্যবস্থা করেছে।Google lanciert virtuelle Tour der Everest-Region in Nepal.
11এই প্রকল্পের পেছনে যে দুজন ব্যক্তি রয়েছে, তাদের একজন হচ্ছে আপা শেরপা, ওরফে ২১ বার এভারেস্টে শৃঙ্গে আরোহণকারী সুপার শেরপা এবং সৌরাভ ধাকাল, যে এক প্রাক্তন সাংবাদিক এবং সামাজিক ব্যবসায় বিনিয়োগকারী।Zwei der Leute hinter diesem Projekt: Apa Sherpa, auch bekannt als der Bergsteiger beziehungsweise Super Sherpa, der 21 Mal den Everest erstiegen hat und Saurav Dhakal, einstiger Journalist und sozialer Unternehmer.
12দি গ্রেট হিমালেয়া ট্রায়াল নামক এক ৯৯ দিনের এক অভিযাত্রা সময় এই জুটির একে অন্যের সাথে সাক্ষাৎ ঘটে, যে অভিযান ছিল ১৭০০ কিলোমিটার লম্বা এক যাত্রা, আর পায়ে চলার এই যাত্রার শুরু হয় পর্বতময় হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পূর্ব থেকে পশ্চিমে হিলাশা পর্যন্ত।Das Duo traf sich während ihres 99-Tage Treks zum Great Himalaya Trail, einer 1.700 Kilometer langen Wanderung entlang der Ausläufer des Himalayas. Diese erstrecken sich von Kanchenjunga im Osten bis zu Hilsa im Westen.
13আপা, যার স্বপ্ন ছিল ডাক্তার হবার, সে কুলি হিসেবে প্রথম বার মাউন্ট এভারেস্টে আরোহণ করে এবং এরপর ২০ বার সে এই পর্বত শৃঙ্গে আরোহণ করেছে-এর কারণ অবশ্য এই না যে সে পাহাড়ে চড়তে ভালবাসে।Apa, dessen Traum es war, Arzt zu werden, erstieg den Everest sein erstes Mal als Träger. Danach erklomm er noch 20 weitere Male die Spitze - nicht etwa, weil er so gerne Bergsteiger ist.
14তার ব্লগ “গ্রোয়িং আপন নি দি শ্যাডো অফ এভারেস্ট“-এ সে বলে যে নিজের সন্তানের এক উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সে এই কাজটি করে থাকে। যদিও সে ডাক্তার হতে পারেনি, তবে সে আশাবাদী যে তার শহরের ছেলেমেয়েরা ভবিষ্যতে ডাক্তার হতে পারবে।Auf seinem Blog Growing up in the shadow of Everest (Aufwachsen im Schatten des Everest) sagt er, er tue dies, um seinen Kindern eine bessere Zukunft zu ermöglichen.
15আপার নিজের সংগঠন আপা শেরপা ফাউন্ডেশন তার নিজের এলাকার এক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য অর্থ সাহায্য প্রদান করে থাকে।Obwohl es ihm selbst nicht vergönnt war, ein Arzt zu werden, hofft er, dass dies in der Zukunft Kindern seines Heimatortes gelingen möge.
16মার্চ, ২০১৪-এ গুগল মানচিত্রে খুম্বু এলাকার স্থানীয় বাসিন্দারা যাতে ডিজিটাল রূপে নিজ সম্প্রদায়কে উপস্থাপন করতে পারে তাঁর জন্য উক্ত ফাউন্ডেশন, এবং ধাকাল-এর অর্থায়নে স্থাপিত স্টাডি সার্কেল গুগল আর্থ আউটরিচের সাথে জোটবদ্ধ হয়।Die Apa Sherpa-Stiftung finanziert dort eine Hauptschule. In März 2014 startete die Stiftung mit Story Cycle, gegründet von Dhakal, eine Partnerschaft mit Google Earth Outreach: Die lokale Bevölkerung der Khumbu-Region soll unterstützt und ihre Gemeinschaften digital auf Google Maps gezeigt werden.
17আপার নেতৃত্বে পরিচালিত দশ দিনের এক অভিযানের সময়, এলাকার নিখুঁত ছবি তৈরী করার জন্য দলটি এলাকার অন্দর ও বাহিরের অনেক ছবি তোলে (স্ট্রিট ভিউ ইমেজ)।Während des 10-tägigen Trecks, der von Apa geführt wurde, machte das Team Innen- und Außenaufnahmen, um die Bilder für Street View zu generieren.
18গুগল ম্যাপ ভিডিও দেখার সময় দর্শককে এই এলাকার সাথে সম্পৃক্ত করে এমন এক ভিডিও ইউটিউবে ছেড়েছে।Google Maps zeigt nun ein lebendiges Video der Region auf YouTube.
19এ্যাজেন্সে ফ্রান্স প্রেস-এর নেপাল বার্তা সম্পাদক আম্মু কান্নাম্পিল্লাই টুইট করেছেন :Ammu Kannampilly, Leiterin von Agence France-Press in Nepal, twittert:
20আপনারা গুগলের বিস্ময়কর এভারেস্ট অঞ্চল ভ্রমণ এখানে যাচাই করে দেখতে পারেন।Hier kann man sich Googles Tour der prachtvollen Everest-Region ansehen.
21আগ্রহী?Interessiert?
22তাহলে এই ভ্রমণ সেরে ফেলুন।Hier geht es zur Tour.
23এভারেস্ট অঞ্চল, যা খাঁড়া এলাকা এবং দুর্গম এক এলাকা হিসেবে আতঙ্ক জাগায়, এখন সেখানে ভ্রমণ আপনার হাতের মুঠোয়।Das Everest-Gebiet, gefürchtet wegen seines unwegsamen Geländes und seines hohen Schwierigkeitsgrades, ist jetzt zugänglich.