Sentence alignment for gv-ben-20100309-9825.xml (html) - gv-deu-20100304-1707.xml (html)

#bendeu
1উগান্ডা: ভূমিধসে শত শত লোক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছেUganda: Erdrutsch verursacht Hunderte von Toten
2পূর্ব উগান্ডাতে সোমবার (পহেলা মার্চ, ২০১০) বিকালে এক ভূমিধসের ফলে ৮০ জন নিহত আর ৩০০ জনের বেশী নিখোঁজ আছেন।Ein Erdrutsch in Ost-Uganda tötete am Montagabend mindestens 80 Menschen und mehr als 300 werden noch vermisst.
3একদিনের প্রচন্ড বৃষ্টির ফলে সংঘটিত এই ভূমিধসে, বুদুদা জেলার তিনটি গ্রাম মাটিতে ঢাকা পড়েছে আর ২০০০ এর বেশী লোক তাদের বাড়ি থেকে স্থানচ্যুত হয়েছেন।Die von einem Tag mit starkem Regen ausgelöste Schlammlawine begrub drei Dörfer im Bududa Bezirk unter sich und vertrieb über 2000 Leute aus ihren Häusern.
4বুধবার (৩রা মার্চ, ২০১০) সকাল পর্যন্ত, বেঁচে থাকা লোকের সন্ধান চলছে।Die Suche geht auch heute am Mittwochmorgen weiter.
5উগান্ডার দৈনিক মনিটর জানিয়েছে যে দেশের পুরো পূর্বাঞ্চল থেকে বন্যার খবর আসছে, যার ফলে স্কুল বন্ধ রাখা হচ্ছে আর রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না।Ugandas Daily Monitor berichtete, dass Hochwasser im gesamten östlichen Teil des Landes aufgetreten sind, Schulen geschlossen wurden und die Straßen unpassierbar sind.
6বৃষ্টি চলতে থাকবে বলে মনে করা হচ্ছে, আর রয়টার জানিয়েছে যে উগান্ডার কর্তৃপক্ষ ভয় পাচ্ছে যে বন্যা আর ভূমিধসের ফলে আরো পাঁচটি জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে।Die Regenfälle werden voraussichtlich nicht aufhören und Reuters berichtet, dass die Beamten in Uganda befürchten, weitere fünf Bezirke könnten von den Überschwemmungen und Schlammlawinen betroffen werden.
7সোমবার পূর্ব উগান্ডাতে ভূমিধসের ফলে তিনটি গ্রাম মাটিতে ঢাকা পড়ে।Erdrutsche im Osten von Uganda bedeckten am Montag drei Dörfer mit Schlamm.
8ছবি ফেসবুক থেকে অ্যাপোলোর সৌজন্যে।Foto mit freundlicher Genehmigung von Apollo bei Facebook .
9উগান্ডার ব্লগার রোজবেল ভাবছেন যে সরকার মানুষকে ওই এলাকাতে সরাতে আরো বেশী কিছু কেন করেনি:Der Uganda-Blogger Rosebell fragt sich, warum die Regierung nicht mehr getan hat, um die Menschen aus diesen Bezirken zu evakuieren:
10প্রায় ৫০,০০০ মানুষ আছে, যাদের কেউ কেউ আগের আগ্নেয়গিরির ধারেকাছে আশ্রয় নিয়েছেন, যারা নিয়মিত ভূমিধসের স্বীকার হন।Es gibt schätzungsweise 50.000 Menschen, von denen einige in unmittelbarer Nähe des erloschenen Vulkans leben, die regelmäßig den Bedrohungen durch Erdrutsche ausgesetzt sind.
11প্রতি বছর বর্ষাকালে উগান্ডার এই অঞ্চলে মৃত্যু ঘটে কিন্তু একমাত্র উদ্যোগ হল মানুষকে সরানোর জন্য জাতীয় উদ্যানের সংরক্ষণ।In jeder Regenzeit gibt es in diesem Teil von Uganda viele Todesfälle, aber die einzige Vorkehrung ist die Erhaltung des Nationalparks, um die Menschen dorthin umzuquartieren.
12সরকারের তরফ থেকে আসলেই তেমন কোন উদ্যোগ ছিলনা এই মানুষদেরকে উদ্বুদ্ধ করে অন্য জীবিকার জন্য রাজি করানোতে।Es gibt seitens der Regierung keine Bemühungen wirklich andere Wege zu finden diese Leute zu überzeugen und alternative Existenzmöglichkeiten für sie zu finden.
13যে স্থানে অনেকে চাষের উপরে নির্ভর করেন সেখানে আগ্নেয়গিরির উর্বর ভূমি থেকে তাদেরকে সরানো বেশ কঠিন ব্যাপার।In einem Gebiet, in dem viele Menschen von der Landwirtschaft abhängig sind, ist die Umsiedlung weg von den fruchtbaren vulkanischen Böden eine schwierige Entscheidung.
14তাই তারা এক এক দিন করে বাঁচেন আর আশা করেন যে পরের বর্ষাকাল পর্যন্ত তারা টিকে যাবেন।So leben sie von einem Tag zum anderen und hoffen, dass sie die nächste Regenzeit überleben werden.
15মধ্য উগান্ডা থেকে, যেখানে বৃষ্টি কম বিপদজনক, গে উগান্ডা লিখেছেন:In Zentral-Uganda, wo der Regen keine große Bedrohung ist, schreibt Gay Uganda:
16যে বৃষ্টির আমি আনন্দ নিচ্ছি তা আমার মানুষের বিপদের কারন হচ্ছে।Der Regen, über den ich mich so sehr freute, fordert von unseren Menschen einen hohen Tribut.
17আমি কেবল প্রার্থনা করতে পারি।Ich kann nur beten.
18আমি বৃষ্টি ভালোবাসি, কিন্তু বৃষ্টি তার আর্শীবাদ আর বিপদ নিয়ে আসে।Äh, du weißt, was ich meine. Ich liebe den Regen, aber der Regen kommt mit Segen und Fluch.
19দারুণ ফলন খুশি হওয়ার মতো একটা ব্যাপার।Eine Rekordernte ist etwas, worüber man glücklich sein kann.
20জীবন হারানো- কিন্তু অদ্ভুত, জীবন চলতে থাকে।Furchtbar der Verlust von Leben - aber, unglaublich, das Leben geht weiter.