Sentence alignment for gv-ben-20140916-44875.xml (html) - gv-deu-20140916-24559.xml (html)

#bendeu
1হিমালয় কন্যা সিকিম থেকেও প্রকাশ পেল “হ্যাপি” ভিডিওEines der neuesten “Happy” Fanvideos kommt aus Sikkim, hoch im indischen Himalaya
2হ্যাপি সিকিম ভিডিও স্ক্রিনশট। আপলোড করেছেন সুস্মিতা পাখরিন।Bildschirmfoto des Videos “Happy Sikkim”, hochgeladen von Sushmita Pakhrin
3আমেরিকান গায়ক, প্রযোজক ফেরেল উইলিয়াম বছরখানেক আগে হ্যাপি বা সুখী নামের একটি গান লেখেন এবং প্রকাশ করেন।Das Lied “Happy”, das der amerikanischen Sänger und Produzent Pharrell Williams schrieb, produzierte und aufführte, wurde ein virales Phänomen Anfang des Jahres.
4গানের মিউজিক ভিডিওটিতে তিনি নিজেও অভিনয় করেছেন।Unzählige Fanvideos wurden überall auf der Welt gefilmt und online gestellt.
5গানটি পৃথিবী জুড়ে তুমুল জনপ্রিয় হয়। এই গানে উদ্বুদ্ধ হয়ে বিশ্বের নানা প্রান্তের মানুষজন নিজেদের মতো করে গানটি গেয়ে অনলাইনে আপলোড করেছেন।Besser spät als nie erstellte Sushmita Pakhrin von Lens Craft Production eine Version für Sikkim, ein Binnenstaat im Nordosten Indiens, der sich im Himalaya-Gebirge befindet.
6এ তালিকায় সম্প্রতি যোগ দিয়েছে হিমালয় কন্যা বলে পরিচিত ভারতের সিকিম রাজ্য।
7সুস্মিতা পাখরিন তার লেন্স ক্রাফট প্রডাকশন থেকে সুখী গানের সিকিম ভার্সন তৈরি করেছেন।
8২৮ আগস্ট ২০১৪-এ ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়।Das Video wurde am 28.
9সুন্দর প্রডাকশনের জন্য ভিডিওটি ইতোমধ্যে সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছে।August 2014 auf YouTube gestellt und erhielt Lobeshymnen für die hohe Produktqualität.
10অনলাইন নিউজ সাইট সিকিম নাউ-এর সাথে এক সাক্ষাত্কারে মিস পাখরিন বলেছেন:Frau Pakhrin kommentierte in einem Interview mit dem Online-Nachrichtendienst Sikkim Now:
11আমরা সিকিমের নৈসর্গিক দৃশ্য তুলে ধরার পাশাপাশি দেশের খ্যাতনামা এবং প্রতিশ্রুতিশীল শিল্পীদের তুলে ধরার চেষ্টা করেছি।Wir haben versucht, die landschaftliche Schönheit Sikkims mit bekannten und aufstrebenden Künstlern des Staates zu präsentieren.