Sentence alignment for gv-ben-20100811-12302.xml (html) - gv-deu-20100811-2225.xml (html)

#bendeu
1ইরান: রাজনৈতিক বন্দীরা অনশন শুরু করেছেনIran: Politische Gefangene im Hungerstreik
2তেহরানের এভিন কারাগারের সামনে অনশন প্রতিবাদরত পরিবারের সদস্যরাVerwandte der hungerstreikenden Gefangenen protestieren vor dem Evin-Gefängnis in Teheran
3গত জুলাই মাসের শেষের দিকে ১৭জন ইরানী রাজনৈতিক বন্দী তেহরানের কুখ্যাত এভিন কারাগারের খারাপ পরিবেশের প্রতিবাদে অনশন শুরু করে।Siebzehn politische Gefangene begannen Ende Juli einen Hungerstreik, um über die sich immer verschlechternden Bedingungen in dem berüchtigten Evin-Gefängnis von Teheran zu protestieren.
4এখানে অনশনকারীদের পুরো তালিকা রয়েছে।Hier gibt es die komplette Liste der Hungerstreikenden.
5২০০৯ সালের ১২ই জুন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিবাদ আন্দোলন শুরু হবার পর শত শত সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদদের গ্রেফতার করেছে ইরান সরকার।Der Iran hat Hunderte von Journalisten, Menschenrechtsaktivisten und Politikern verhaftet, nachdem die Protestbewegung gegen die Ergebnisse der Präsidentschaftswahlen am 12. Juni 2009 entstand.
6মীর হুসেন মুসাভী আর মেহদী কারুবী এই দুই বিরোধী দলীয় নেতা বন্দীদের অনুরোধ করেছেন তাদের অনশন থামাতে।Mir Hussein Mousavi und Mehdi Karroubi, die beiden Haupt-Oppositionsführer, haben die Gefangenen zur Beendigung des Hungerstreiks aufgerufen.
7ইরানী ব্লগাররা রিপোর্ট করেছেন যে অনশনরত বাবাক বর্দবার নামে একজন কারাবরণকারী চিত্রশিল্পীকে আজকে ছেঁড়ে দেয়া হয়েছে।Iranische Blogger berichteten, dass Babak Bordbar, ein verhafteter Fotograf, der ebenfalls an dem Hungerstreik teilnahm, heute entlassen wurde.
8অনেক মানবাধিকার সংগঠন অনশনরত বন্দীদের স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে আটকে থাকা সাংবাদিক বাহমান আহমাদী-আমুই এবং কেইভন সামিমি এবং ছাত্রনেতা মাজিদ টাভাকলি।Diverse Menschenrechtsorganisationen haben ihre Sorgen um den Gesundheitszustand der Hungerstreikenden bekannt gemacht, insbesondere über die inhaftierten Journalisten Bahman Ahmadi-Amouei und Keyvon Samimi, und den Studenten-Aktivisten Majid Tavakoli.
9এই তিনজন ‘শুকনো' অনশন শুরু করেন গত ৪ঠা আগস্ট।Diese drei Personen hatten am 4. August einen “trockenen” Hungerstreik begonnen.
10সাইট ব্লগ ইরানে রাজনৈতিক বন্দীদের অনশন ধর্মঘট নিয়ে বিশ্বের অবজ্ঞার বিষয়টি নিয়ে লিখেছেন।Sight schreibt [fa] über die Gleichgültigkeit der Welt gegenüber den hungerstreikenden Gefangenen im Iran.
11তিনি লিখেছেন:Der Blogger schreibt:
12কি হয়েছে?Was ist passiert?
13রাজনৈতিক বন্দীদের কণ্ঠ কি মিইয়ে গেছে না বিশ্ব ঘুমিয়ে আছে? ..Sind die Stimmen der politischen Gefangenen zu schwach geworden oder schläft die Welt?
14সাংবাদিক বাহমান আহমাদী-আমুই এবং কেইভন সামিমি আমার দেশী ভাই এবং ভেলিয়াতেহ ফাগিহ'র (ইরানী স্বৈরাচারী) গুহায় তাদের হাড্ডি ভাঙ্গা হচ্ছে।… Bahman Ahmadi-Amouei und Keyvon Samimi sind meine Landsleute deren Gebeine im Untergrund des Velyateh Faghie's (iranischen Regimes) gebrochen werden.
15রাষ্ট্রপতি নির্বাচনের পরে ২৩ খোর্দাদ নামে একটি দলের উদ্ভব হয় সবুজ আন্দোলনকে সাহায্য করার জন্যে। এই দল বলছে:23 Khordad, eine Gruppe die behauptet nach den Präsidentschaftswahlen entstanden zu sein, um die grüne Bewegung zu unterstützen, sagt [fa]:
16আমরা অনশনরত রাজনৈতিক বন্দীদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত এবং শ্রদ্ধা করি তাদের এই অনশন চালিয়ে যাওয়া বা থামানোর সিদ্ধান্ত।Wir machen uns über die Gesundheit der politischen Gefangenen große Sorgen, respektieren aber ihren Willen weiterzumachen oder aufzuhören.
17কিন্তু আমরা জেভেই মোসরেকাত নামে একটি সংস্কারপন্থী দলের আহ্বানের বিপক্ষে যারা বলেছে যে এইসব অনশনরত বন্দীদের সমর্থনে সাধারণ নাগরিকদেরও অনশন শুরু করা উচিৎ।Wir sind aber dagegen, dass eine reformistische Gruppe, Jebheye Moshrekat, die Leute dazu aufruft, die Gefangenen durch politisches Fasten zu unterstützen.
18আনশন প্রতিবাদকে সমর্থন করুণ, রাজনৈতিক অনশনকে না বলুন।Ja zum Hungerstreik, nein zum politischen Fasten.
19কেন এই সংস্কারবাদী দল বন্দীদের অনশনকে রাজনৈতিক রং দিতে চাচ্ছে?Warum möchte diese reformistische Gruppe denn dem Hungerstreik eine politische Einfärbung geben?
20ইরানের এক অগ্রগণ্য ফটোব্লগার আরাশ আশুরি তার কুসুফ ব্লগে লিখেছেন একজন অনশনকারীর ব্যাপারে:Arash Ashouri, ein führender iranischer Fotoblogger, der im Iran lebt, schreibt in seinen Blog Kosoof über einen der Hungerstreikenden:
21বাহমান আহমাদী-আমুই হচ্ছে একজন জনপ্রিয় সাংবাদিক যিনি বিভিন্ন সংস্কারবাদী পত্রিকাতে অর্থনীতি নিয়ে লিখে থাকেন। তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে অনশন প্রতিবাদ করছেন এখন।Bahman Ahmadi Amouee, ein berühmter Wirtschaftsjournalist für diverse reformistische Zeitungen, befindet sich neuerdings in dem berüchtigten Evin-Gefängnis von Teheran im Hungerstreik.
22বাহমানের সাথে তার স্ত্রী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জিলা বানিয়াঘুবও গ্রেফতার হয়েছেন ২০০৯ সালের বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনের পর।Bahman wurde zusammen mit seiner Frau Jila Baniyaghoub, einer Journalistin und Frauenrechtlerin, nach den umstrittenen Präsidentschaftswahlen in 2009 verhaftet.
23তাকে এভিন কারাগারের ২০৯ নম্বর সেকশনে তাকে কোন অভিযোগ ছাড়াই একটি নির্জন রুমে বন্দী করে রাখা হয়।Er wurde mehrere Wochen im Abschnitt 209 des Evin-Gefängnisses ohne Anklage in Einzelhaft festgehalten.
24পরবর্তীতে বিপ্লবী কোর্টে তাকে ৭ বছর ৪ মাসের কারাদন্ড এবং ৩৪ দোররা শাস্তি দেয়া হয়।Später wurde er vom Revolutionsgericht zu 7 Jahren und 4 Monaten Haft und 34 Peitschenhieben verurteilt.
25বাহমান আহমাদী-আমুই ১৬জন অন্য রাজনৈতিক বন্দীদের সাথে অনশন করছেন এভিন কারাগারের ৩৫০ শাখার খারাপ অবস্থা এবং কারাগার রক্ষীদের খারাপ ব্যবহারের প্রতিবাদ করছেন।Bahman Ahmadi Amouee befindet sich zusammen mit 16 anderen politischen Gefangenen im Hungerstreik im Evin-Gefängnis aus Protest gegen die furchtbaren Zustände in Abschnitt 350 des Evin-Gefängnisses und dem rauen Verhalten der Gefängniswärter.
26কারাগারের ভিতরকার উৎস জানাচ্ছে যে কর্তৃপক্ষ তার পরিবারকে তার সাথে দেখা করতে দিচ্ছে না এবং তার স্বাস্থ্য খুবই খারাপ হয়ে পড়েছে।Die Behörden erlauben seiner Familie nicht, ihn zu besuchen, oder irgendwelche Kontakte mit ihm zu haben und nach Quellen aus dem Gefängnis befindet sich seine körperliche Gesundheit in ernsthafter Gefahr.