Sentence alignment for gv-ben-20150622-49420.xml (html) - gv-deu-20150625-30259.xml (html)

#bendeu
1কারাদণ্ডপ্রাপ্ত কার্টুনশিল্পী এতেনা ফারাগদানি'র আইনজীবিকে তার সাথে করমর্দন করার কারণে গ্রেফতার করা হয়ছেAtena Faraghdanis Anwalt wurde verhaftet, weil er der Karikaturistin die Hand geschüttelt hat
2ইরানীয় সক্রিয় কর্মী এবং কার্টুনশিল্পী এতেনা ফারাগদানির আইনজীবি মোহাম্মদ মোঘিমিকে তার মক্কেলের সাথে কারাগারে দেখা করার পর ১০ জুন তারিখে গ্রেফতার করা হয়েছে।Mohammad Moghimi, der Anwalt der iranischen Aktivistin und Karikaturistin Atena Faraghdani ist am 10. Juni nach einem Gefängnisbesuch bei seiner Mandantin verhaftet worden.
3তিনি ফারাগদানির সাথে করমর্দম করেছেন এ ঘটনার উপর ভিত্তি করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।Die Anklagen gegen ihn basieren auf der Tatsache, dass er Faraghdanis Hand geschüttelt hat.
4ফেসবুকের পাতায় সরকাররের সমালোচনামূলক অংকন ও লেখা পোষ্ট করার দায়ে ফারাগদানিকে সম্প্রতি ১২. ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।Faraghdani war vor kurzem wegen der Veröffentlichung von Zeichnungen und regierungskritischen Inhalten auf ihrer Facebookseite zu 12,5 Jahren Haft verurteilt worden.
5মানবাধিকার কর্মী সংবাদ সংস্থার মতে মোঘিমিকে কারজ-এর রাজাই শহর জেলখানার ১০ নম্বর ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।Wie die Nachrichtenagentur Human Rights Activist News Agency berichtet, war Moghimi in Abteilung 10 des Rajai Shahr-Gefängnisses in Karadsch verlegt worden.
6তার জামিন-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি তোমান যা প্রায় ৭,০০০ মার্কিন ডলারের সমপরিমাণ।Die Kaution wurde auf 20 Millionen Toman - ca. 7.000 US-Dollar, festgesetzt. Wahrscheinlich drohen Faraghdani ähnliche Strafen.
7PT #Iran Anwalt Mohammad Moghimi wegen des schweren Vergehens, seiner Mandantin #AtenaFarghadani die Hand geschüttelt zu haben, verhaftet.pic.twitter.com/uM8kRwXdyF
8ফারাগদানিকেও একই ধরনের অভিযোগের সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে।- Mansoureh Mills (@Mansourehmi) 14.Juni 2015
9#ইরান -এর আইনজীবি মোহাম্মাদ মোঘিমি তার মক্কেল #এতেনাফারগাদানির সাথে করমর্দনের মতো মারাত্মক অপরাধ করেছেCartoon von @ManaNeyestani: #FreeAtena und ihr Anwalt, beide im Gefängnis… #Draw4Atena pic.twitter.com/k3JL4Op9oY
10@মিনানেইসতানি অংকিত কার্টুন: #মুক্তকরএতেনা ও তার আইনজীবি উভয়কেই জেল থেকে- Katniss/Lisbeth (@shokufeyesib) 16. Juni 2015
11সামাজিক মাধ্যমগুলোতে ফারাগদানির মুক্তির প্রচারণাগুলো #freeAtena হ্যাসট্যাগের অধীনে অনুসরণ করা যাবে।Die Kampagne für Faraghdanis Freilassung kann unter dem Hashtag #freeAtena in den sozialen Netzwerken verfolgt werden.