# | ben | deu |
---|
1 | গ্লোবাল ভয়েসেস এবং ব্লগ অ্যাকশন ডে ২০০৯ | Global Voices und der Blog Action Day 2009 |
2 | সারা বিশ্বের ব্লগাররা ১৫ই অক্টোবর এক সাথে জড়ো হবে জলবায়ু পরিবর্তন বিষয়ে ব্লগে লেখার জন্য, যা হবে সামাজিক পরিবর্তনের জন্য ওয়েবের সবচেয়ে বড় এক অনুষ্ঠান: যার নাম ব্লগ অ্যাকশন ডে। | Am 15. Oktober werden sich Blogger aus aller Welt im Rahmen eines der größten Online-Veranstaltungen zu gesellschaftlichem Wandel zusammenschließen und über den Klimawandel bloggen: dem Blog Action Day. |
3 | প্রতি বছর এই দিনটি পালন করা হয়, বিশ্বের সকল ব্লগারকে এই দিনে একত্রিত হয় একটিমাত্র বিষয়ে লেখা পোস্ট করার জন্য। | Hierbei handelt es sich um ein jährlich stattfindendes Event, bei dem sich Blogger aus aller Welt zum Bloggen über das gleiche Thema am gleichen Tag zusammenschließen. |
4 | বিশ্ব জুড়ে প্রদর্শন করা এই অনুষ্ঠানের উদ্দেশ্য, বিশ্ব বর্তমানে যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা তৈরি করা ও বিশ্ব জুড়ে চলমান এক আলোচনা কে উৎসাহ প্রদান করা। | |
5 | ব্লগ অ্যাকশন ডের নিজস্ব ব্লগে ২০০৯ সালের ব্লগ অ্যাকশন ডের বিষয় কি হবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রবিন বেক: | Das Ziel dieser globalen Demonstration ist es, wichtige Themen, mit denen sich die Welt konfrontiert sieht, ins Blickfeld zu rücken und eine weltweit Diskussion anzustoßen. |
6 | ২০০৯ সালের ব্লগ অ্যাকশন ডের বিষয়টি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। | Im offiziellen Blog, gab Robin Beck das Thema des Blog Action Day 2009 bekannt: |
7 | ব্লগ অ্যাকশন ডের এবারের বিষয়: জলবায়ু পরিবর্তন। | Ich freue mich sehr, das Thema für den Blog Action Day 2009 bekanntzugeben: Klimawandel. |
8 | হাজার হাজার লোক এ বিষয়ে ভোট দিয়েছে এবং বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় এক সাথে আমরা তাজা শ্বাস বয়ে নিয়ে আসব, যেমনটা আমাদের নেতারা এ বছরের ডিসেম্বরে কোপেনহেগেনে এই সমস্যার এক দীর্ঘ স্থায়ী সমাধানের জন্য আলোচনায় বসবেন। | Tausende von Menschen haben abgestimmt und gemeinsam werden wir der globalen Diskussion um den Klimawandel neue Bedeutung verleihen, genau wie unsere Spitzenpolitiker, die sich auf ein Treffen in Kopenhagen vorbereiten, bei dem eine nachhaltige Lösung für diese Krise gefunden werden soll. |
9 | ব্লগ অ্যাকশন ডের স্থপতি কলিস এবং সায়ান টা'য়েড। ২০০৭ সালে তারা এনভাটোতে তাদের দলের সহায়তায় এটি স্থাপন করেন। | Der Blog Action Day wurde 2007 von Collis und Cyan Ta'eed mit der Unterstützung durch ihr Team bei Envato gegründet. |
10 | প্রথম বছর তারা প্রায় ২০,০০০ ব্লগারকে, বছরের একটি বিশেষ দিনে পরিবেশ বিষয়ক একটা লেখা উৎসর্গ করতে উৎসাহিত করে। | Bei der ersten Veranstaltung motivierten die Gründer mehr als 20.000 Blogger, sich beim Bloggen einen Tag lang einem Umweltthema zu widmen. |
11 | পরের বছর, ২০০৮ সালে তারা “দারিদ্রতা” নামক বিষয় নির্বাচন করে, এই বিষয় নিয়ে ব্লগ লেখার জন্য। | Im folgenden Jahr 2008 ging es um Probleme in Zusammenhang mit Armut und die Blogger schrieben über ihre persönliche Meinung zu dem Thema und über ihre Lösungsvorschläge. |
12 | ব্লগাররা তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরে এবং এই সমস্যা সমাধানে তাদের চিন্তাভাবনা কি তা উপস্থাপন করে। ব্লগে এ বছরের লেখার বিষয় হল জলবায়ু পরিবর্তন। | In diesem Jahr heißt das Thema Klimawandel, eine tolle Möglichkeit, auf all die Diskussionen und Online-Kampagnen aufzubauen, die im Vorfeld des COP15-Treffens der Vereinten Nationen in Dänemark im Dezember 2009 organisiert wurden. |
13 | এই বিষয় নিয়ে আলোচনা ও অনলাইনে প্রচারণার জন্য এটি এক দারুণ সুযোগ। | |
14 | এর মাধ্যমে ২০০৯ এর ডিসেম্বরে ডেনমার্কে অনুষ্ঠিতব্য কপ১৫ জাতিসংঘ সম্মেলন-এর আগে এই বিষয়টিকে সংগঠিত করা যাবে। | Jeder kann am Blog Action Day am 15. Oktober teilnehmen, ob auf Blogs, in Online-Zeitschriften oder Online-Magazinen. |
15 | অক্টোবর ১৫ -র ব্লগ অ্যাকশন ডেতে যে কেউ অংশগ্রহণ করতে পারে, ব্লগ, অনলাইন সাময়িকী ও পত্রিকায় অংশগ্রহণ করতে পারে। | Es gibt keine Maximalanzahl an Artikeln pro Person und auch beim Inhalt gibt es keine Beschränkungen, solange es um den Klimawandel geht. |
16 | যে কেউ যত ইচ্ছা লেখা পোস্ট করতে পারবে, তবে তাকে অবশ্যই জলবায়ু পরিবর্তন নিয়ে লিখতে হবে। | Der Blog Action Day wird von Organisatioen wie Oxfam, Avaaz, TckTckTck, Greenpeace und Amnesty International unterstützt. |
17 | ব্লগ এ্যাকশন ডের সমর্থকদের মধ্যে অক্সফাম, আভাজ, ট্যাক ট্যাক ট্যাক, গ্রীনপিস ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠান রয়েছে। | Global Voices wird als offizieller Blogpartner den Blog Action Day unterstützen, indem Blogger aus aller Welt zum Registrieren online und zum Mitmachen aufgefordert werden. |
18 | এই কর্মসূচির অংশীদার হিসেবে গ্লোবাল ভয়েসেস ব্লগ অ্যাকশন ডে কে সমর্থন করার জন্য নিবন্ধন করতে সারা বিশ্বের ব্লগারদের উৎসাহিত করে, এই অনুষ্ঠানের জন্য এবং এই কর্মসূচিতে যোগদান করতে তারা সবাইকে উৎসাহিত করে। | |
19 | ১৫ই অক্টোবর এবং তার পরে গ্লোবাল ভয়েসেসের ব্লগাররা এর সাথে যুক্ত হবে। | |
20 | সে সময় সারা বিশ্বের ব্লগাররা জলবায়ু পরিবর্তন এবং তারা যে পরিবেশে বাস করে সে সম্বন্ধে যে কথা বলবে, গ্লোবাল ভয়েসেস সেই লেখাগুলো লিঙ্ক বা যুক্ত করবে এবং অনুবাদ করবে। | Ab dem 15. Oktober freuen sich die Blogger von Global Voices darauf, zu verlinken und zu übersetzen, was Blogger aus aller Welt zum Klimawandel und ihrer Umwelt zu sagen haben. |