# | ben | deu |
---|
1 | স্পেনে প্রতিবাদ চলছেঃ “মাথার ওপরে হাত তোল! এটি একটি ডাকাতি!” | „Hände hoch, das ist ein Überfall!“: Proteste in Spanien werden fortgeführt |
2 | এই প্রবন্ধটি আমাদের সঙ্কটে ইউরোপ বিশেষ কভারেজের একটি অংশ। | Dieser Bericht ist Teil unseres Dossiers über Europa in der Krise. |
3 | গত সপ্তাহের শেষে রাষ্ট্রপতি মারিয়ানো রাজোয়ের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করতে মাদ্রিলিনোস ড্রোভসের রাস্তায় অবস্থান নিয়েছে। | Letztes Wochenende zogen die Madrileños auf die Straßen und zeigten ihre Wut über Premierminister Mariano Rajoy und die neuen Korruptionsvorwürfe [en] gegen ihn und seine Partei. |
4 | বৃহস্পতিবার জাতীয় পত্রিকা এল পাইস [স্প্যানিশ] খতিয়ানগুলোর ছবি প্রকাশ করেছে। | Am Donnerstag hatte die spanische Tageszeitung El País [es] Fotos von Kontoauszügen veröffentlicht, auf denen Rajoy und andere Spitzenpolitiker der Partido Popular als Empfänger von illegalen Geldzuweisungen gelistet werden (#lospapelesdebarcenas [es]). |
5 | ছবিতে রাষ্ট্রপতি রাজোয় এবং অন্যান্য শীর্ষ জনপ্রিয় পারতিদো সদস্যদের [top Partido Popular members] অবৈধ লেনদেন করতে দেখা গেছে (লসপাপেলেসদেবারসেনাস [স্প্যানিশ])। | Die Proteste, die sich vor allem vor dem Sitz der Partei konzentrierten, dauerten das gesamte Wochenende. Am Montag riefen die oppositionellen Sozialisten Rajoy zum Rücktritt auf. |
6 | দলটির প্রধান কার্যালয়ের বাইরে জমাট বাঁধা প্রতিবাদটি পুরো সপ্তাহ ব্যাপী চলছিলো। | Rajoy wiederum hält an seiner Aussage fest, dass die Behauptungen „absolut falsch“ seien und widerspricht jemals derartige Zahlungen erhalten zu haben. |
7 | স্পেনের বিরোধী দল স্যোশালিস্ট পার্টি গত সোমবার রাষ্ট্রপতি রাজোয়ের পদত্যাগের দাবি জানিয়েছে। | Er wies alle Rücktrittsforderungen zurück und verkündete, dass seine Partei die beste sei, um das Land durch die schwierige wirtschaftliche Situation zu führen. |
8 | রাজোয় তাঁর বিরুদ্ধে করা এই অভিযোগ “সম্পূর্ণ মিথ্যা” দাবি করে এই ধরনের পারিশ্রমিক নেওয়ার কথা অস্বীকার করেছেন। | Im folgenden eine Fotogalerie der Autorin: Presidente Delincuente Unser Präsident, der Verbrecher Photo by Anna Williams |
9 | তিনি পদত্যাগ করার দাবিকে প্রত্যাখ্যান করেছেন এবং দেশের সাম্প্রতিক অর্থনৈতিক সমস্যা নিরসনে তাঁর দলকেই সবচেয়ে বেশী যোগ্য বলে দাবি করেছেন। | Por un Jaguar, Yo “mato” Ich würde für einen Jaguar „töten“ - eine Anspielung auf Gesundheitsministerin Ana Mato, die Teil des Skandals sein soll Photo by Anna Wiliams |
10 | সপ্তাহান্তের ঘটনাগুলো নিয়ে লেখকের ধারণকৃত একটি ছবির গ্যালারি এখানে রয়েছেঃ | ¡No falta dinero sobran ladrones! |
11 | Presidente Delincuente আমাদের জালিয়াৎ প্রেসিডেন্ট। | Es mangelt nicht an Geld, es gibt nur zu viele Diebe! |
12 | ছবি এ্যানা উইলিয়ামস | Photo by Anna Williams |
13 | Por un Jaguar, Yo “mato” | ¡Chorizo! |
14 | একটি জাগুয়ারের জন্য, আমি “খুন” করতে পারি - স্বাস্থ্যমন্ত্রী এ্যানা মাতোর প্রসঙ্গে, যিনি এই অপবাদের দায়ে অভিযুক্তদের একজন। | |
15 | ছবি এ্যানা উইলিয়ামস | Dieb! |
16 | ¡No falta dinero sobran ladrones! | Photo by Anna Williams |
17 | অর্থের অভাব নেই, চোরের সংখ্যা অনেক বেশী। | ¡Manos arriba esto es un atraco! |
18 | ¡Chorizo! | Hände hoch! |
19 | চোর! | Das ist ein Überfall! |
20 | ¡Manos arriba esto es un atraco! | Photo by Anna Williams. |
21 | মাথার ওপরে হাত তোল! এটি একটি ডাকাতি! | Dieser Bericht ist Teil unseres Dossiers über Europa in der Krise. |