Sentence alignment for gv-ben-20150727-49877.xml (html) - gv-deu-20150721-31135.xml (html)

#bendeu
1ইয়েমেনে যুদ্ধের সময় যাপিত ঈদJemen: Id al-Fitr in Zeiten des Krieges
2ফতিক আল-রোদাইনি (@ফতিকআর) টুইট করেছেন, “ঈদ মোবারক।“Id Mubarak (Frohes Fest).
3তবে এই লোকটির ঈদ নেই। কেননা ইয়েমেনের সানাতে অবস্থিত মুহামাশিন এলাকাতে সৌদি আরব তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছে”।Dieser Mann jedoch hat kein Id (Fest), denn seine ganze Familie wurde im Stadtteil Muhamasheen in Sanaa im #Jemen durch das KSA (Königreich Saudi-Arabien) getötet”, twittert Fatik Al-Rodaini (@Fatikr).
4আরও বিমান হামলা এবং রক্তপাত সঙ্গে নিয়ে ইয়েমেনিদের ঈদ উদযাপন।In Jemen wird das Id al-Fitr (Fest des Fastenbrechens) unter noch mehr Luftangriffen und Blutvergießen begangen.
5২০১৫ সালের ২৫ মার্চ তারিখে সৌদি চালিত বিমান হামলা দেশটির রাজধানী সানাতে আঘাত হানতে শুরু করলে দেশটি সরাসরি এক সম্মুখ যুদ্ধ প্রত্যক্ষ করে।Im Land herrscht seit dem 25. März 2015, als saudische Luftangriffe Sanaa zerstörten, ein Krieg an allen Fronten.
6ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল এবং রাজধানী দখল করে নেয়া হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে সৌদি হামলা চালাতে শুরু করে।Die Luftangriffe werden zur Bekämpfung gegen die Übernahme der Hauptstadt und weite Teile des Landes durch die Huthi-Rebellen geführt.
7এমনকি যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে পবিত্র রমযান মাসেও জরুরী মানবিক প্রয়োজনে যুদ্ধ বিরতি দেয়া হয়নি।Sogar während des heiligen Fastenmonats Ramadan verzichtete man auf den dringend notwendigen humanitäre Waffenstillstand im kriegsgebeutelten Jemen.
8হুথি এবং সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ সৈন্যবাহিনীর মাঝে চার মাসের আগ্রাসন এবং বিধ্বংসী যুদ্ধের পর ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম শহর এডেনের “স্বাধীনতা”র আনন্দময় খবরের মধ্য দিয়ে ঈদুল ফিতরকে স্বাগত জানান হয়।Die “Befreiung” der zweitgrößten Stadt Aden nach vier Monaten verheerender Kampfhandlungen zwischen den Huthi, zusammen mit der Miliz des ehemaligen Präsidenten Ali Abdullah Saleh und den Widerstandstruppen aus dem Süden, welche die Stadt verteidigten, waren frohe Nachrichten zu Beginn des Id al-Fitr, welches das Ende des Ramadan markiert.
9উল্লেখ্য রমযান মাসের শেষে ঈদ উদযাপিত হয়।Der Journalist Mojahed Alsallaly kommentiert das Heldentum der Menschen aus Aden bei der Befreiung ihrer Stadt:
10সাংবাদিক মোজাহিদ আল সালালি তাদের শহরকে মুক্ত করতে বীরত্বের ভূয়সী প্রশংসা করেছেনঃAden und seine Helden sind die einzigen, denen es zusteht, während dieses Ids glücklich zu sein. Wir danken ihnen.
11এডেন এবং এর বীরেরাই এক মাত্র এই বছরের ঈদে আনন্দ করার যোগ্য।Denn ohne ihren Sieg und Heroismus wäre unser Id dieses Jahr voller Elend und Angst gewesen!
12তাঁদের ধন্যবাদ, তাঁদের বিজয় এবং বীরত্ব যদি না থাকতো তবে এই বছরে আমাদের ঈদ যন্ত্রণা এবং উদ্বেগ পূর্ণ হয়ে উঠতো!#Jemen Über die sozialen Netzwerke kursierte eine Zeichnung, in dem die Widerstandsgruppe den Jemen rechtzeitig zum Id von Nagetieren befreit.
13ঈদের সময়ে তীক্ষ্ণদন্ত প্রাণীর হাত থেকে ইয়েমেনকে মুক্ত করতে জনগণের প্রতিরোধের সচিত্র বর্নণা দিয়ে একটি কার্টুন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ দ্রুত ছড়িয়ে পড়েছে।Cartoon: Vorbereitungen für das Id im Jemen | Abgebildet bei Dr. Alaa Allakta Haykal Bafana lebt in Sanaa und wünscht sich etwas, was auch viele andere Jemeniten hoffen und das den Id speziell machen würde.
14Wenn doch nur die Huthis den Jemeniten einen Gefallen tun würden und sich aus Taiz, Sanaa und Marib und so weiter zurückziehen würden: Was wäre es dann für ein tolles Id al-Fitr im Jemen.
15Dennoch hielten die saudischen Luftangriffe, sowie die Angriffe der Huthi und Saleh-Milizen auch während der Id-Feierlichkeiten im ganzen Land an, wie viele in ihren Tweets berichteten.
16কার্টুনঃ ইয়েমেনে ঈদ উদযাপনের প্রস্তুতি।Nadwa berichtet über heftige Schießereien in Taiz:
17Am Abend des Id, dem Fest des Fastenbrechens, wird Taiz heftig von den #Huthi und den Truppen Salehs beschossen.
18এঁকেছেন ডাঃ আলা আলাকতা#Jemen Hisham Al-Omeisy twittert über Luftangriffe auf Sanaa:
19হায়কাল বাফানা সানাতে বসবাস করেন।Ist das euer Ernst KSA (Königreich Saudi-Arabien)! Jetzt Luftangriffe in Sanaa!
20তিনি জানিয়েছেন যে অনেক ইয়েমেনি তাঁদের ঈদের দিনটিকে বিশেষভাবে উদযাপনের আশা করেছিলেন।Es ist ID! Während die Menschenmenge für die Morgengebete zum Id auf der Straße sind!
21তায়াজ, সানা, মারিব ইত্যাদি অঞ্চল থেকেও যদি হুথিরা নিজেদের প্রত্যাহার করে নিতো তবে ইয়েমেনের ঈদ উল ফিতর কতোটা আনন্দময়ই না হতো!#Jemen Abdulkader Alguneid sagt, dass die Gläubigen ihre Id-Gebete zum Lärm der Schießereien hielten:
22টুইপদের (যারা টুইটারে অনলাইন মেসেজ সার্ভিস ব্যবহার করেন) অনেকে উল্লেখ করেছেন, সমগ্র ইয়েমেন জুড়ে সৌদি বিমান হামলা, হুথি এবং সালেহ সেনাবাহিনীর আগ্রাসন এখনও চলছে, এমনকি ঈদ উদযাপনের সময়ও তা অব্যাহত রয়েছে।Id-Gebete in Taiz am Platz der Befreiung unter dem unaufhörlichen Lärm der Schüsse aus den Panzern. Aus Sanaa berichtet Haykal Bafana von Jets über den Köpfen, während die Id-Gebete in den Moscheen fortgeführt wurden:
23তায়াজে ভারী গোলার আঘাত সম্পর্কে জানিয়েছেন নাদওয়াঃ রোযা উদযাপন শেষে ঈদের প্রাক্কালে তায়াজে হুথি এবং সালেহ বাহিনী ভারী গোলা বর্ষণ করেছে।Id al-Fitr in der Hauptstadt Sanaa im #Jemen: #Saudi-arabische Jets heulen über unseren Köpfen auf, sogar während die Id-Gebete in den Moscheen stattfinden.
24সানাতে বিমান হামলা সম্পর্কে হিশাম আল-ওমেইসি টুইট করেছেনঃOffensichtlich beten die saudischen Piloten nicht.
25আসলেই সৌদি আরব! সানাতে এখন বিমান হামলা!Ammar Al-Aulaqi teilt dieses Foto.
26ঈদে! ঈদের সকালে নামাজের জন্য রাস্তায় জনসাধারণের ভীড়!Er findet, es gibt die Stimmung während dieses Ids gut wieder:
27আবদুল কাদের আল গুনায়েদ বলেছেন, গোলাবর্ষণের শব্দে নামাযীরা ঈদের নামায আদায় করেছেনঃTja… ich denke dieses Bild sagt alles. Id Mubarak (Frohes Fest) aus dem kriegsgebeutelten, sehr müden Jemen!
28ট্যাংক থেকে গোলা বর্ষণের বিরামহীন শব্দে তায়াজের স্বাধীনতা চত্বরে ঈদের জামাত।Die Hilfsorganisation Oxfam teilte den Blogbeitrag einer ihrer Mitarbeiterinnen, Hind M. Aleryani.
29সানাতে আবারও বিমান হামলা।Darin schreibt sie:
30হায়কাল বাফানা জানিয়েছেন, মসজিদে ঈদের নামাজ আদায়ের এতেকাফ অবস্থায় জেট বিমানের শব্দ পাওয়া গেছেঃDas Id-Fest findet gerade statt, aber es fühlt sich nicht so an. Auch im Ramadan haben die Kämpfe im Jemen nicht aufgehört - sie haben sich sogar verstärkt.
31ইয়েমেনের রাজধানী সানাতে ঈদুল ফিতরঃ ঈদের নামাজ আদায় করতে মসজিদে এতেকাফ অবস্থায় সৌদি জেটগুলো এমনকি মাথার উপড় দিয়ে চিত্কার করে যাচ্ছে।Der herannahende Feiertag ist dafür gedacht, um Vergebung, Barmherzigkeit, die Erinnerung an Gott und Großzügigkeit gegenüber seinen Nachbarn zu bestärken.
32এতে প্রমাণিত হয় সৌদি পাইলটরা নামায আদায় করেন না।Er ist auch eine Gelegenheit alle Familienmitglieder zum Feiern zu vereinen.
33আর ওমর আল-আউলাকি এই ছবিটি শেয়ার করেছেন।Dieses Jahr ist anders.
34ছবিটিতে তিনি ঈদের সারমর্ম টেনে বলেছেনঃSie bot auch Lösungen zur Beendigung des Konflikts an:
35ভাল… আমি মনে করি ছবিটিই সব বলে দিবে।Wie kommen wir also aus diesem Schlamassel wieder heraus?
36সত্যিই বেশ ক্লান্ত আর যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনের পক্ষ থেকে জানাই ঈদ মোবারাক!Ein anhaltender Waffenstillstand wäre ein guter Anfang, einer an den sich alle Beteiligten halten.
37যুদ্ধ সত্ত্বেও ইয়েমেনিদের কেউ কেউ এখনও নিজস্ব ছকে বাঁধা জীবনযাপন করছেন এবং স্বাভাবিকভাবেই ঈদ উদযাপন করেছেন।Wir brauchen auch ein Embargo um die Einfuhr von Waffen in den Jemen zu stoppen. Die Kämpfe werden aufhören müssen, wenn allen Beteiligten des aktuellen Konflikts die Waffen und Munition ausgehen.
38Die Beschränkungen auf Importe müssen ebenfalls aufgehoben werden, sonst könnten mehr Menschen aufgrund des Mangels an Hilfsgüter sterben als durch Kugeln und Bomben…Wir sollten unsere Meinungsverschiedenheiten beiseite legen und auf ein gemeinsames Ziel hinarbeiten, durch Verhandlungen, Versöhnungen und Kompromisse.
39ফরিক আল-রোদাইনি বলেছেন, যুদ্ধ অনেক ইয়েমেনিকেই ঈদ উদযাপন থেকে বিরত রাখতে পারেনিঃTrotz des Krieges schafften es einige Jemeniten dennoch ihrem Alltag nachzugehen und das Id wie üblich zu feiern.
40সৌদি আরবের হামলা চালান সত্ত্বেও ইয়েমেনিরা ২ টি মসজিদে ঈদের জামাতে নামায আদায় করেছেন, বন্ধুবান্ধবদের সাথে ঈদ উদযাপন করেছেন এবং আত্নীয় স্বজনের বাড়িতে ঘুরে বেড়িয়েছেন।Fatik Al-Rodaini sagt, dass der Krieg einige Jemeniten nicht daran hindere, zu feiern: Trotz des Krieges der KSA (Königrreich Saudi-Arabien) strömen die Jemeniten in die Moscheen, um das Id mit Freunden und Verwandten auf Besuch zu feiern.
41ঈদ মোবারক, আলী।Id Mubarak Ali #Jemen
42নাসের আরাবি তাঁর স্ত্রীর সাথে তোলা একটি সেলফি শেয়ার করেছেনঃAnd Nasser Arrabyee teilt ein Selfie mit seiner Frau:
43আমাদের দেশ ইয়েমেনে সৌদি আগ্রাসন সত্ত্বেও আমার স্ত্রী রাধিয়ার সাথে শুভ ঈদে শুভ সেলফি!Ein glückliches Selfie während eines glücklichen Id mit meiner Frau Radhia, trotz der saudischen Angriffe auf unser Land Jemen!
44দুঃখের বিষয় এই যে, ইয়েমেনের শিশুরা এবার ঈদের সময় খেলার জন্য একটি নতুন খেলা পেয়েছে, গত চার মাস ধরে তাঁরা যে যুদ্ধ পরিস্থিতিতে বসবাস করছে তা অনুকরণ করে খেলছে।Traurigerweise haben jemenitische Kinder ein neues Rollenspiel für dieses Id. Sie spielen die Kampfhandlungen nach, welche sie die letzten vier Monate miterleben mussten.
45ইয়েমেনের তায়াজে ঈদ এবং শৈশব।Id & Kindheit in #Taiz im #Jemen
46সাংবাদিক মোহাম্মাদ জামজুম জানিয়েছেন, এই ঈদে কোনটি ইয়েমেনে সবচেয়ে বেশি প্রয়োজন।Der Journalist Mohammed Jamjoom reflektiert darüber, was der Jemen an diesem Id am meisten braucht:
47আপনি জানেন কি, ইয়েমেনে ঈদকে আনন্দময় করে তুলতে কি প্রয়োজন?Wisst ihr, was wirklich helfen könnte, dass es ein glückliches Id im #Jemen wird?
48জনগণের প্রকৃত শান্তির জন্য প্রয়োজন সত্যিকার অর্থেই দরকার ত্রাণ বিতরণ কার্যক্রম।Etwas Frieden für eine Bevölkerung, die verzweifelt humanitäre Hilfe gebrauchen könnte #AidforEid (Hilfe zum Id)
49নিজস্ব প্রতিবেদক জেন ফার্গুসন ঈদের সময় সৃষ্টিকর্তার কাছে ইয়েমেনের জন্য প্রার্থনা করতে আহ্বান জানিয়েছেনঃWas könnte dabei helfen, dass es ein glückliches #Id im #Jemen wird? Wenn die mehr als eine Million durch den Konflikt obdachlos gewordenen Menschen in ihre Häuser zurückkehren könnten.
50ভাবুন ইয়েমেনে পরিবারগুলোর জন্য আজ ঈদ উদযাপন করা কতোটা কঠিন।#AidforEid Die Korrespondentin Jane Ferguson ruft zu Gebeten für den Jemen während des Ids auf:
51বিদ্যুৎ, খাবার, পানিসহ একটু আশাও নেই।Stellt euch vor, wie schwer das Id heute für Familien im #Jemen ist.
52ইয়েমেনিদের জন্য প্রার্থনা করুন।Kein Strom, kein Essen, kein Wasser und wenig Hoffnung.
53ইয়েমেনে ঈদকে আনন্দময় করে তুলতে কি করতে হবে?Sagt ein Gebet für die Jemeniten. #Sanaa #Aden
54এই যুদ্ধে ঘরছাড়া ১ মিলিয়নেরও বেশি সংখ্যক লোককে যদি তাঁদের ঘরে ফিরিয়ে আনা যেত! একদল ইয়েমেনি তরুণ একটি শক্তিশালী ভিডিও তৈরি করেছে, পরিচালনা করেছেন মাহা এলাগিল।Eine Gruppe jemenitischer Jugendlicher drehte ein aussagekräftiges Video unter der Leitung von Maha Elaghil und sendet damit eine Botschaft, dass der Jemen trotz des Tötens und der Gewalt das Id al-Fitr feiern wird.
55হত্যা এবং সহিংসতা সত্ত্বেও ইয়েমেন ঈদ উদযাপন করছে এই বার্তাটি পৌঁছে দিতেই তাঁরা ভিডিওটি তৈরি করেছেন।#UnserFestWirdNichtSterben… ein künstlerisches Werk, das es wert ist, angeschaut zu werden.
56- TaizCity - مدينة تعز (@taizcity) July 17, 2015 আলা ইসাম উল্লেখ করেছেন, ইয়েমেনে যখন শান্তি এবং উন্নয়ন বিরাজ করতো তখনই সত্যিকার ঈদ উদযাপন হতঃDoch das wahre Id-Fest, wie Alaa Isam anmerkt, wird stattfinden, wenn Frieden und Entwicklung im Jemen vorherrschen:
57ঈদ সত্যিকার অর্থে তখনই উদযাপন করা হত, যখন সমগ্র ইয়েমেনে শান্তিপূর্ণ পরিবেশ ছিল এবং সবাই টেকসই উন্নয়ন প্রক্রিয়ার সাথে জড়িত ছিল।Das wirkliche Id wird sein, wenn der Frieden im ganzen Jemen vorherrscht und jeder in den Prozess der nachhaltigen Weiterentwicklung eingebunden ist. #Jemen