# | ben | deu |
---|
1 | শৌচাগার অপ্রতুলতার কারণে স্বাস্থ্যবিধিতে পিছিয়ে পড়ছে ভারত | Der Mangel an Toiletten in Indien hat schwerwiegendere Auswirkungen als nur auf die Hygiene |
2 | দু'বোনকে ধর্ষণের করে হত্যার ঘটনার পর সচেতনতা সৃষ্টি করতে ভারতের উত্তরপ্রদেশের “প্রতিটি বাড়িতে শৌচাগার” প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। ছবি তুলেছেন দীপক মালিক। | Nachdem die angebliche Vergewaltigung und grauenvolle Ermordung zweier Schwestern das Gewissen der Nation aufrüttelten, wurde eine landesweite “Eine Toilette für jedes Haus” Kampagne von dem berüchtigten Dorf in Uttar Pradesh aus ins Leben gerufen. |
3 | স্বত্ত্ব: ডেমোটিক্স (৩১/০৮/২০১৪)।) | Foto von Deepak Malik. |
4 | ভারতের জনসংখ্যা ১২০ কোটি। | Copyright Demotix (31/8/2014) |
5 | এর অর্ধেকই আবার গ্রামে বাস করেন। | |
6 | এদের বাড়িতে ফ্লাশ টয়লেট সুবিধা নেই। বাধ্য হয়েই তারা খোলা মাঠে কিংবা অস্বাস্থ্যকর শুকনো গর্তে শৌচকর্ম করেন। | Fast der Hälfte der 1,2 Milliarden Einwohner Indiens, insbesondere der Landbevölkerung, fehlt es an Toiletten mit Wasserspülung im eigenen Haus, sodass sie ihre Notdurft im Freien oder in unhygienischen Trockengruben verrichten müssen. |
7 | গ্রামের ৭২ শতাংশের বেশি মানুষ খোলা মাঠে কিংবা গর্তে শৌচকর্ম সারেন। | Dies betrifft mehr als 72% der Menschen in ländlichen Regionen. |
8 | পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রণালয়ের ২০১২ সালের বেইজলাইন প্রতিবেদনে দেখা গেছে, ওড়িশায় ৮৮ শতাংশ, বিহারে ৭৯ শতাংশ, ঝাড়খণ্ডে ৭২ শতাংশ, জম্মু ও কাশ্মিরে ৭৫ শতাংশ এবং তেলাঙ্গানায় ৭৪ শতাংশ বাড়িতে শৌচাগার নেই। | |
9 | বাড়ির বাইরে খোলা আকাশের নিচে মল ত্যাগের কারণে ভারতে সামাজিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। ২০১৫ সালের ৪ জুলাই ঝাড়খণ্ডে ঝুমকা নামের ১৭ বছরের এক কিশোরী আত্মহত্যা করে। | Im Bericht über die Grundlagenerhebung der Regierung von 2012 durch das Ministerium für Trinkwasser und sanitäre Anlagen meldeten Bundesstaaten wie Odisha (88%), Bihar (79%), Jharkhand (72%), Jammu und Kashmir (75%), sowie Telangana (74%) eine hohe Prozentzahl individueller Haushalte ohne Toiletten, was letztendlich zu verstärkten sozialen Problemen in Indien führt. |
10 | আত্মহত্যার কারণ হিসেবে জানা যায়, সে বাইরে শৌচকর্ম করা নিয়ে লজ্জিত ছিল। সেজন্য বাবা-মাকে অনুরোধ করেছিল বাড়িতে শৌচাগার নির্মাণ করতে। | Am 4. Juli 2015 nahm sich eine 17jährige Jugendliche in Dumka, Jharkand, offenbar das Leben, weil sie sich schämte, ihre Notdurft draußen zu verrichten und ihre Eltern ihre wiederholten Bitten um den Bau einer Toilette abgelehnt hatten. |
11 | কিন্তু বাবা-মা সেটা না করায় সে আত্মহত্যা করে। | |
12 | গত বছর উত্তর প্রদেশের কাটরা বাদায়ুন জেলায় দুই কিশোরীকে গণধর্ষণেরপর গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। | Im vergangenen Jahr wurden zwei Mädchen im Teenageralter im Katra Badaun Distrikt, Uttar Pradesh, nach einer vermuteten Massenvergewaltigung an einem Baum aufgehängt gefunden. |
13 | প্রতিবেদনে জানা যায়, কিশোরীদ্বয় রাতে মলত্যাগের উদ্দেশ্যে বাইরে গিয়েছিল। | Berichten zufolge waren die Mädchen nachts nach draußen gegangen, um sich zu erleichtern, und waren nicht zurückgekehrt. |
14 | পরে আর ফিরে আসেনি। কিশোরী ও নারীদের হয়রানীর প্রধান একটি কারণ হলো খোলা আকাশের নিচে শৌচকর্ম করা। | Das öffentliche Verrichten der Notdurft ist einer der Hauptgründe für die sexuelle Belästigung von heranwachsenden Mädchen und Frauen. |
15 | গাছপালা কাটার কারণে একটু আড়ালে যে করবে, সেটাও কঠিন হয়ে পড়েছে। | Durch die Entwaldung ist es schwieriger geworden, geeignete Orte hierfür auf dem Land zu finden. |
16 | তরুণীরা এর সমাধান খুঁজতে সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। | Junge Mädchen und Frauen versuchen, sich Gehör zu verschaffen, um die öffentliche Aufmerksamkeit auf dieses Thema zu lenken. |
17 | ২০১৪ সালের ১৫ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে স্বচ্ছ ভারত অভিযানের কথা বলেছেন। | Am 15. August 2014 forderte Premierminister Narendra Modi in seiner ersten Rede zum Unabhängigkeitstag eine “Swachh Bharat Abhiyan” (Aktion für ein sauberes Indien) und legte hierbei den Fokus auf die Wichtigkeit, angemessene sanitäre Einrichtungen in jeder indischen Schule einzurichten. |
18 | সেখানে তিনি ভারতের প্রতিটি স্কুলে স্যানিটেশন ব্যবস্থা প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন। | |
19 | তিনি বলেছেন: | Er sagte: |
20 | এটা দেশের জন্য খুব লজ্জার। | Es ist eine Schande für ein Land, das globale Ambitionen hat. |
21 | আমরা একদিকে বৈশ্বিক সক্ষমতা অর্জনে স্বপ্ন দেখছি, অন্যদিকে স্যানিটারি সুবিধার অভাবে নারীরা পিছিয়ে পড়ছে। | Das Fehlen von sanitären Einrichtungen ist erniedrigend für die Frauen. Einige Regionen Indiens haben sich diese Rede mehr zu Herzen genommen als andere. |
22 | ভারতের কোনো কোনো রাজ্য বিষয়টিকে খুব গুরুত্বের সাথে নিয়েছে। যেমন লুধিয়ানা। | Nach diesem Plan soll die öffentliche Verrichtung der Notdurft in Ludhiana bis 2017 in 100 Dörfern abgeschafft sein. |
23 | তারা ২০১৭ সালের মধ্যে ১০০টি গ্রামের লোকজন যাতে আর খোলা আকাশের নিচে শৌচকর্ম না করে সেই উদ্যোগ নিয়েছে। | Vorherige Kampagnen wie “Nirmal Bharat Abhiyan” versuchten, eine “Nachfrage nach Toiletten” zu schaffen, blieben jedoch größtenteils ohne Erfolg. |
24 | উল্লেখ্য, এর আগে ‘নির্মল ভারত অভিযান' নামের আরেকটি প্রচারণা কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছিল। | Modis Initiative hat dieses dringende Problem zurück in die öffentliche Debatte in die Mitte der Gesellschaft gebracht. |
25 | যার উদ্দেশ্য ছিল, ঘরে ঘরে শৌচাগার প্রতিষ্ঠা করা। | Die Reaktionen auf Social Media Seiten belegen dieses wachsende Bewusstsein: |
26 | কিন্তু সেটা সফলতার মুখ দেখেনি। | 88% der Haushalte in Odisha haben keine Toilette. |
27 | মোদীর উদ্যোগ নিয়ে মূলধারার মিডিয়াতে যে আলোচনা হচ্ছে, তাতে বেশ উদ্বেগ প্রকাশ পেয়েছে। | 109 Personen landen für 24 Std. im Gefängnis für Urinieren auf öffentlichem Grund. Keine sehr praktische Lösung in Indien, wo 635 Millionen keine Zugang zu Toiletten haben. |
28 | এদিকে সোশ্যাল মিডিয়ার আলোচনা থেকেও এটা স্পষ্ট যে, এ বিষয়ে সচেতনতা বাড়ছে: #লজ্জাহীনবিজেপি, ওডিশার ৮৮ শতাংশ বাড়িতে টয়লেট নেই। | Während einer vom Zentrum der Universität Chicago orgainisierten Konferenz in Neu Delhi plädierte Nitya Jacob, Leiter der Abteilung für Wasser und Kanalisation der NGO WaterAid dafür, Wasser, Kanalisation und Hygiene (WASH) im täglichen Leben der Inder “in den Mainstream zu bringen”. |
29 | জনসম্মুখে মূত্রত্যাগের জন্য ১০৯ ধারায় ২৪ ঘণ্টা জেলের বিধান রয়েছে। | Die Menschen tendieren dazu, ihre Notdurft trotz gut konstruierter Toiletten draußen zu verrichten, weil es als gesünder gilt. |
30 | অথচ ভারতের ৬৩৫ মিলিয়ন লোকের টয়লেটে প্রবেশাধিকার নেই। | Zugang zu sauberem Wasser zu ermöglichen ist eine weitere Herausforderung, welche Beachtung erfordert. |
31 | নয়া দিল্লির ইউনিভার্সিটি অব শিকাগো সেন্টার একটি সম্মেলনের আয়োজন করেছিল। | Experten sind daher skeptisch, ob der Bau neuer Toiletten ausreichend ist, um eine Veränderung in den sanitären Gewohnheiten in Gemeinden zu bewirken. |
32 | সেখানে ওয়াটার এইড নামের একটি এনজিও'র পানি ও স্যানিটেশন বিভাগের পলিসি বিষয়ক প্রধান নিত্য জ্যাকব ভারতীয়দের প্রতিদিনের জীবনে পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধিকে প্রাধান্য দিতে বলেছেন। | |
33 | স্বাস্থ্যকর শৌচাগার থাকা সত্ত্বেও খোলা আকাশের নিচে মলত্যাগ করার সম্ভাবনা বেশি রয়েছে। অন্য আরেকটি চ্যালেঞ্জও রয়েছে। | In einem Artikel für die Huffington Post Indien weist Jacob, gemeinsam mit Amitangshu Acharya, dem Programmdirektor der Asienabteilung von Avko, einer Firma die Software für humanitäre Hilfs- und Entwicklungsprojekte entwickelt, auf einen weiteren Aspekt dieses Problems hin: |
34 | সেটা হলো বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগের প্রতি মনোযোগ আকর্ষণ করানো। | Die meisten Ingenieure in Regierungsressorts sind Männer, wohingegen Frauen die Bevölkerungsgruppe sind, die überwiegend den Bau von Toiletten befürwortet. |
35 | শুধু শৌচাগার বানিয়ে সবার স্বাস্থ্যবিধি'র পরিবর্তন ঘটানোর ব্যাপারে বিশেষজ্ঞরা সন্দিহান রয়েছেন। | Ingenieure neigen dazu, sich mehr auf technische Genauigkeit zu konzentrieren als auf das Bedürfnis von Frauen (und anderen Nutzern) nach einem Design, das ihrer Privatsphäre und ihren hygienischen Bedürfnissen während der Menstruation gerecht wird. |
36 | জ্যাকবের পাশাপাশি সাহায্য এবং উন্নয়ন বিষয়ক সফটওয়্যার কোম্পানি অ্যাভকোস এশিয়া হাবের প্রকল্প পরিচালক অমিতাংশু আচার্য হাফিংটন পোস্ট ইন্ডিয়ায় সমস্যার অন্য একটি দিক তুলে ধরেছেন: | |
37 | সরকারি দফতরের বেশিরভাগ প্রকৌশলীই পুরুষ। | Sie fügen weiter hinzu, dass die errichteten Toiletten aufgrund minderer Qualitat unpraktisch zu benutzen sind: |
38 | অন্যদিকে নারী যারা আছেন, তারা টয়লেট নির্মাণের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। | |
39 | পুরুষ প্রকৌশলীরা কারিগরি দিক দিয়ে ঠিক হচ্ছে কীনা সেটার উপর গুরুত্ব দিলেও নারী প্রকৌশলীরা টয়লেটের ডিজাইনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যাতে নারীদের গোপনীয়তা রক্ষা হয় এবং ঋতুকালীন সময়ের প্রয়োজনগুলোও মেটে। | |
40 | এরপরে মানসম্পন্ন যেসব শৌচাগার নির্মাণ করা হয়েছে সেগুলো ব্যবহারের অসুবিধার দিকগুলো তুলে ধরেছেন: | Der Winkel der Toilettenschüssel ist nicht steil genug oder das Rohr, welches die Schüssel mit der Fallgrube verbindet, hat den falschen Winkel, oder die Grube bricht unter ihrem eigenen Gewicht zusammen. |
41 | টয়লেট প্যানের অ্যাঙ্গেলগুলো যথেষ্ট খাড়া নয়। | Die schlechte Einstellung zur Hygiene in Indien ist stark beeinflusst vom diskriminierenden Kastensystem. |
42 | আবার গর্তের উপরে প্যানের সাথে যুক্ত করতে যে পাইপটি ব্যবহার করা হয়েছে, সেটার ঢালুও ঠিকমতো হয়নি। আবার দেখা গেছে, পিট তার নিজের ভারেই ভেঙ্গে পড়ে। | Aufgrund einer fehlenden Kanalisation wurde die niedrigste Kaste, die “Unberührbaren” zur manuellen Reinigung (Entfernung menschlicher Ausscheidungen per Hand) bestimmt, eine Angewohnheit, die unter den oberen Kasten bis heute weit verbreitet ist. |
43 | ভারতজুড়ে স্বাস্থ্যবিধি'র প্রতি এই যে আচরণ, তা আসলে বৈষম্যমূলক জাতিভেদপ্রথা থেকে প্রভাবিত। | Sameer Kamat macht auf dieses Thema aufmerksam: Es gibt dokumentierte Fälle von manueller Reinigung sogar in großen Städten/Dörfern. |
44 | অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থার কারণে ভারতে নিম্নবর্গের একটি জাতিই তৈরি হয়েছে। | Zum Beispiel wurden 2008 in einer Stichprobenerhebung in Delhi 13 Menschen, die als manuelle Reiniger arbeiteten, identifiziert. |
45 | এরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানব বিষ্ঠা পরিষ্কার করে। এদেরকে ‘অস্পৃশ্য' বলে দূরে রাখা হয়। | Ein anderes Beispiel ist Meerut, eine der wichtigsten Städte von UP (Uttar Pradesh), nur 60 km von der Hauptstadt entfernt. |
46 | সমীর কামাট এই বিষয়ের উপর আলোকপাত করেছেন: | Während einer Stichprobenerhebung wurden 2010 in Meerut 392 manuelle Reiniger dokumentiert. |
47 | বড় শহর ও গ্রামে মানব বিষ্ঠা হাতে পরিষ্কার করার ঘটনা রয়েছে। ২০০৮ সালে দিল্লিতে একটি জরিপ পরিচালনা করা হয়েছিল। | Jacqueline Cieslak, Doktorandin, forscht über den Zusammenhang zwischen Religion und Toilettennutzung in Indien und schreibt über die innovativen Methoden, die angewendet werden, um die Menschen vom öffentlichen Urinieren abzuhalten: |
48 | সেখানে ১৩ জনকে পাওয়া যায়, যারা হাত দিয়ে মানব বিষ্ঠা পরিষ্কারের কাজ করেন। | […] die Praxis, Bilder von Gottheiten an den Wänden von öffentlichen Gebäuden in Indien aufzuhängen, um Männer davon abzuhalten, auf sie zu urinieren. |
49 | ২০১০ সালে উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ শহর মিরাটের একটি জরিপ পরিচালনা করা হয়েছিল। সেখানেও ৩৯২ জনকে পাওয়া গিয়েছিল যারা হাত দিয়ে মানব বিষ্ঠা পরিষ্কারের কাজ করেন। | Dies ist eine Art von Stellvertreter-Glauben in den Glauben anderer Leute und ihre Bereitwilligkeit, ihr Verhalten für diese Überzeugungen zu ändern - in anderen Worten, man muss nicht an Hindugötter glauben, um anzunehmen, dass die Menschen, die an sie glauben, nicht auf sie urinieren werden. |
50 | জ্যাকুলিন সিস্ল্যাক নামের একজন পিএইচডি গবেষক ভারতে ধর্ম এবং টয়লেট ব্যবহারের মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন। | |
51 | আর এজন্য তিনি জনসাধারণকে যেখানে-সেখানে প্রস্রাব করা থেকে বিরত রাখতে উদ্ভাবনী উপায় বাতলে দিয়েছেন: | |
52 | … পুরুষদের প্রস্রাব করা থেকে বিরত রাখতে ভারতে সরকারি ভবনের দেয়ালে [যেসব জায়গায় মানুষজন প্রস্রাব করে] দেবতাদের ছবি টাঙ্গাতে হবে। | |
53 | এটা এক ধরনের প্রক্সি বিশ্বাস, যা অন্যরা ধারণ করে। এতে করে তারা তাদের আচরণ পরিবর্তন করবে। | In Anbetracht der Tatsachen kann man folglich daraus schließen, dass eher die höheren Klassen von den Vorteilen dieses Programms Gebrauch machen. |
54 | অন্যদিকে যারা হিন্দু দেবতাদের বিশ্বাস করে না, তারাও অন্যদের দেখাদেখি মূত্র ত্যাগ করা থেকে বিরত থাকবে। | |
55 | পরবর্তীতে প্রাপ্ত তথ্য থেকে দেখা গেছে, উচ্চবর্ণের লোকদের এই পরিকল্পনা থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি। | Daher ist es notwendig, ein Bewusstsein in der Gesellschaft für die Wichtigkeit der Latrinenhygiene zu schaffen und nicht nur bei Individuen, um eine Änderung der öffentlichen Wahrnehmung herbeizuführen. |
56 | তাই আচরণের পরিবর্তন আনতে ব্যক্তির শৌচাগারের স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব আরোপ করার পাশাপাশি সম্প্রদায়ের সবাইকে সচেতন করে তুলতে হবে। | |
57 | স্বচ্ছ ভারত অভিযান পরিচালনা করতে স্বাস্থ্যকর শৌচাগারের চাহিদা সৃষ্টির চেয়ে এ বিষয়ে সচেতন করে তুলতে বেশি অর্থ বরাদ্দ করতে হবে। এবং সেটার ফলাফল কেমন হচ্ছে, সেটার জন্য কার্যকরী মনিটরিং ব্যবস্থা করতে হবে। | Dies würde jedoch den Einsatz von größeren finanziellen Mitteln zur “Bewusstseinsbildung” als lediglich für die “Schaffung einer Nachfrage nach Toiletten” im “Swachh Bharat Abhiyan” Programm erfordern und müsste mit einer gewissenhaften Kontrolle kombiniert werden, um die Resultate zu evaluieren. |