Sentence alignment for gv-ben-20150619-49256.xml (html) - gv-deu-20150531-29173.xml (html)

#bendeu
1জেলালেম কিবেরেতের ব্লগের শিরোনামঃ ‘স্বাধীনতাকে ধ্বনিত হতে দাও’Titelzeile des Blogs von Zelalem Kiberet: ‘Lasst Freiheit erklingen’
2২৫ বছর বয়সে জেলালেম কিবেরেত।Zelalem Kiberet mit 25.
3জেলালেমের ব্লগ থেকে নেয়া ছবি।Foto von Zelalems Blog.
4“তাদেরও নাম আছে” - এই ধারাবাহিকতায় এটি আমাদের তৃতীয় পোস্ট হিসেবে চিহ্নিত হয়েছে - বর্তমানে কারাগারে আছেন এমন ব্লগারদের আলাদাভাবে তুলে ধরতে এই ধারাবাহিকটি কাজ করে যাচ্ছে।Im April 2014 wurden neun Blogger und Journalisten in Äthiopien inhaftiert. Einige von ihnen waren für das Bloggerkollektiv Zone9 aktiv, das über soziale und politische Themen in Äthiopien berichtete und sich für Menschenrechte und Rechenschaftspflicht der Regierung einsetzte.
5আমরা আশা করছি, এই বিষয়টি আরও একটু মানবিক হয়ে উঠবে।Vier von ihnen haben außerdem für Global Voices geschrieben.
6তাদের সুনির্দিস্ট এবং বিচিত্র গল্পগুলো আমরা বলতে পারব।Im Juli 2014 wurden sie nach der Anti-Terrorismus-Gesetzgebung unter Anklage gestellt.
7এটি এন্দালক ছালার একটি গল্প। তিনি জোন নাইন যৌথ ব্লগের একজন প্রতিষ্ঠাতা সদস্য।Seit dem befinden sie sich hinter Gittern und ihr Gerichtsverfahren wurde wieder und wieder verschoben.
8ধারণা করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, তিনি সেখানে তিনি তাঁর পিএইচডি ডিগ্রী সম্পন্ন করছিলেন।Dies ist der dritte Teil unserer Serie “Sie haben Namen”, mit der wir auf die einzelnen Blogger aufmerksam machen möchten, die sich zur Zeit in Haft befinden.
9আমি ২০১২ সালে জেলালেম কিবেরেতের সাথে পরিচিত হই।Wir möchten sie als Menschen wahrnehmen, nicht als bloße Zahlen, und wir möchten ihre jeweils eigene Geschichte erzählen.
10আমি তাকে তাঁর ব্লগের মাধ্যমে চিনেছি, যেখানে তিনি অনুসন্ধিৎসু এবং উদ্দীপক সাহিত্য বিষয়ক বিভিন্ন লেখা, শিল্প, রাজনীতি, ইতিহাস এবং দর্শন সম্পর্কে লিখতেন।Diese Geschichte kommt von Endalk Chala, einem Gründungsmitglied des Zone9-Kollektivs, dem die Inhaftierung erspart blieb, da er sich zu der Zeit für sein Doktorstudium in den USA befand. Ich habe Zelalem Kiberet 2012 getroffen.
11আমি দর্শন বিষয়ক তাঁর পোস্টগুলো পড়েছি এবং মাঝে মাঝে ফেইসবুকে তাঁর সাথে কথা বলেছি, কখনই তাঁর সাথে খুব ঘনিষ্ঠ ছিলাম না।Ich kannte ihn bereits durch seinen Blog, auf dem er über kuriose und anregende Literaturerzeugnisse, über Kunst, Politik, Geschichte und Philosophie schrieb.
12তাই আমি ব্যক্তিগতভাবে তাঁর সাথে একবার দেখা করার সিদ্ধান্ত নিলাম। সে সময় আমি আমার সকল অনলাইন বন্ধুদের সাথে সবসময় দেখা করতে চাইতাম।Für mich reichte die Nähe aber nicht aus, seine Beiträge über Philosophie zu lesen und gelegentlich mit ihm auf Facebook zu schreiben, daher wollte ich ihn unbedingt persönlich treffen.
13অবশেষে এমন করেই আমরা জোন নাইন নামক যৌথ ব্লগটি গঠন করে ফেললাম।Damals war für mich immer besonders wichtig, meine Online-Freunde zu treffen.
14সে সময় বাফেকাদু ছিলেন এই যৌথ ব্লগের মূল চালিকা শক্তি।Das führte schließlich auch dazu, dass wir Zone9 gründeten.
15তিনি আমাদের সব সভার আয়োজন করতেন।An dem Tag damals war es Befeqadu, der Antrieb des Kollektivs, der unser Treffen organisierte.
16আদ্দিস আবাবার একেবারে কেন্দ্রে অবস্থিত পিৎজা নামের একটি ক্যাফেতে আমাদের দেখা হয়েছিল।Wir trafen uns in einem Café, das Pizza hieß, im Herzen von Addis Ababa.
17বেফেকাদু এবং আমি সবার আগে এলাম এবং তারপর জেলালেম আমাদের সাথে যোগ দিলেন।Befeqadu und ich trafen als erste ein und dann kam Zelalem zu uns.
18তিনি আমাদের উষ্ণ সম্ভাষণ জানালেন।Er begrüßte uns herzlich.
19আমরা দরজার কাছে রাখা টেবিলে বসেছিলাম।Wir saßen an einem Tisch in der Nähe der Tür.
20তিনি এক কাপ ম্যাকিয়াতো অর্ডার করলেন এবং এরপর আমাদের বেশ তুমুল আড্ডা চলল।Er bestellte einen Macchiato und dann führten wir eines unserer besten Gespräche.
21আদ্দিস আবাবা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে জেলালেম স্নাতক পর্যায়ে পড়াশুনা করছিলেন এবং একই সাথে তিনি আম্বো বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াতেন।Zelalem war Absolvent der juristischen Fakultät der Addis Ababa Universität und unterrichtete auch Jura an der Universität Ambo.
22জেলালেমের সাথে কাজ করতে পেরে আমি নিজেকে বেশ ভাগ্যবান বলে মনে করি।Ich schätze mich sehr glücklich, dass ich mit Zelalem zusammengearbeitet habe.
23তাঁর মানসিক ক্ষিপ্রতা, হাস্যরসাত্মক লেখা এবং ধর্ম বিষয়ে তাঁর আপোসহীন খোঁচা দেয়া কথার কারণে তাকে আমার বেশ ভালো লাগে।Aufgrund seiner Intelligenz, seines humorvollen Schreibstils und seinen knallharten Sticheleien gegenüber Religion, gaben ihm seine Freunde den Spitznamen Zola, nach dem französischen Schriftsteller, den Zelalem selbst mit Begeisterung las.
24জেলালেমের বন্ধু তাঁর নামটি আসন্ন ফ্রেঞ্চ লেখক জোলার নামের সাথে মিলিয়ে কিছুটা পরিবর্তন করে দিয়েছেন। কেননা জেলালেম অত্যন্ত উৎসাহের সাথে তাঁর লেখাগুলো পড়ে থাকেন।Die Liebe unseres Zolas zur Philosophie und der Kunst ist offensichtlich, das Banner seines Blogs ist das berühmte Gemälde “Sokrates, den Giftbecher trinkend” von Jacques-Louis David.
25দর্শণ এবং শিল্পের প্রতি আমাদের এই জোলার ভালোবাসা এতটাই দৃশ্যমান যে জ্যাক-লুইস ডেভিডের বিখ্যাত চিত্রকর্ম “দ্যা ডেথ অব সক্রেটিস” এর নামানুসারে তিনি তাঁর ব্লগের শিরোনাম দিয়েছেন।
26জ্যাক-লুইস ডেভিডের আঁকা ছবি দ্যা ডেথ অব সক্রেটিস।Sokrates, den Giftbecher trinkend von Jacques-Louis David.
27সর্বজনীন ডোমেইনে প্রকাশিত হয়েছে।Bild von Wikimedia, lizenzfrei.
28উইকিমিডিয়ার দেয়া ছবি। জোলার হিট টুইটগুলো তাঁর সমকক্ষ লোকেদের মাঝে এতোটাই কীর্তিমান যে আমি অনুমান করি তিনি যখন গ্রেপ্তার হন, তখন তাঁর টুইটগুলো ইথিওপিয়াতে সবচেয়ে বেশী সংখ্যক লোক পড়ত।Zolas Tweets waren derart klangvoll und beliebt, dass ich es wage zu behaupten, dass Zola zur Zeit seiner Inhaftierung der auf Twitter am häufigsten gelesene Äthiopier war.
29তাঁর হাস্যরসাত্মক এবং বুদ্ধিদীপ্ত টুইটগুলো তাকে দেখার মতো একজন উদয়মান সাহিত্য প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।Seine unterhaltsamen und gewitzten Tweets machten ihn zu einem aufstrebenden literarischen Talent, das man im Auge behalten sollte.
30জোলা অপেক্ষাকৃত দীর্ঘ মর্মস্পর্শী লেখাও লিখতে পারেন।Zola kann auch längere und bewegende Werke verfassen.
31তাঁর একটি ব্লগ পোস্টে তিনি একটি বিষয় নিয়ে পরিহাস করেছেন, যে বিষয় নিয়ে ইথিওপিয়ার মূলধারার সংবাদপত্রগুলোও সত্যতা মেনে নেয় না।
32“একজন ইথিওপিয়ান গাইড - কি করে আপনার নিজের ধর্ম তৈরি করবেন?” শিরোনামে লেখা তাঁর ব্লগ পোস্টে তিনি একটি দীর্ঘ ব্যাঙ্গরচনা লিখেছেন।In einem seiner Blogbeiträge spottete er über etwas, was sich die Massenmedien aus Äthiopien bislang nicht zu thematisieren trauten.
33সাবেক মরহুম প্রেসিডেন্ট মেলেস জেনাভিকে কিভাবে একজন ধর্মীয় প্রার্থনার ব্যক্তিত্বে পরিণত করার প্রচেষ্টা হিসেবে রাষ্ট্র পরিচালিত প্রচার মাধ্যমগুলো বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করেছে, তা তিনি এই লেখাটিতে তুলে ধরেছেন।Mit seinem Artikel “Wie man sich seine eigene Religion bastelt? - Eine äthiopische Anleitung” hat er eine lange Satire verfasst, die aufs Korn nimmt, wie staatliche Ableger Programme ausstrahlen, um einen Personenkult rund um den ehemaligen Präsidenten Meles Zenawi zu schaffen.
34এ ধরণের লেখার কারণেই জোলা ইথিওপিয়ান সরকারের তোপের মুখে পড়েন।Diese Art Beiträge haben Zola auf das Radar der äthiopischen Regierung gebracht.
35একজন সত্যিকারের মনীষী ব্যক্তি হওয়ার কারণে এবং সমালোচকদের সাথে যোগাযোগ করতে যিনি হাস্যরসকে ব্যবহার করেন, এমন একজন ব্যক্তি হওয়ার কারণে এক বছর ধরে কারাবাসের পর আজ তাঁর বিরুদ্ধে সন্ত্রাসের বানোয়াট অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।Heute, nach über einem Jahr im Gefängnis, sieht er sich erfundenen Unterstellungen von Terrorismus gegenüber, dafür, dass er ein wahrer Intellektueller ist, jemand, der Humor nutzt, um seine Kritik zu kommunizieren.
36তাঁর ব্লগের শিরোনামে জোলা লিখেছেন, ‘স্বাধীনতাকে ধ্বনিত হতে দাও”।Auf dem Banner seines Blogs hat Zola geschrieben “Lasst Freiheit erklingen”.
37যতক্ষণ তিনি কারাগারে বন্দী আছেন, ততক্ষণ এই আকাঙ্ক্ষাকে তাঁর পক্ষ থেকে আমাদের কার্যকর করতে হবে।Solange er selbst sich hinter Gittern befindet, müssen wir für ihn diesem Wunsch nachkommen.