# | ben | deu |
---|
1 | টুইটারের বিরুদ্ধে রাশিয়ার আর একটি জয় ঘোষণা, কিন্তু আসলে কী ঘটেছিল তা এখানে দেয়া হলো | Russland will Twitter erneut besiegt haben: Hier steht, was wirklich geschah |
2 | কেভিন রথরক কর্তৃক ছবিটি সম্পাদিত। | Fotobearbeitung: Kevin Rothrock. |
3 | আজকে (১লা জুন) সকালে ক্রেমলিনের মাধ্যম নজরদারী সংস্থা রসকমনেদজর দাবী করেছে যে তারা টুইটারকে চাপ প্রদান করে ‘৩২টি লিঙ্ক মুছে ফেলতে' সফল হয়েছে যেগুলো রাশিয়ার আইন লঙ্ঘন করেছে। | Der mediale Wachhund des Kreml, Roskomnadsor, behauptete am Morgen des 1. Juni Twitter zur Löschung von 32 Links, die russisches Recht verletzten, gedrängt zu haben. |
4 | রসকমনেদজর আরও বলেছে যে আরও দীর্ঘ একটি ‘দায় তালিকা'র বিষয়ে টুইটারের সাথে তাদের আলোচনা অব্যাহত থাকবে। | Roskomnadsor fügte hinzu, man werde weitere Fälle aus Twitters langer “Schuldenliste” auf den Tisch legen. |
5 | রুশীয় সেন্সরের পক্ষ থেকে টুইটারকে হিসেব মোচনের অনুরোধ বাস্তবায়নে প্ররোচিত করতে পারার দাবী এই প্রথমবার নয়। | Die russische Zensur nimmt nicht zum ersten Mal für sich in Anspruch, Twitter überzeugt zu haben, bestimmte Inhalte zurückzuhalten. |
6 | বিগত দিনের মতোই ‘৩২টি লিঙ্ক মুছে ফেলা' বিষয়ক মস্কোর আজকের দাবী অশুদ্ধ এবং কিছুটা বিভ্রান্তিকর। | Wie schon früher, ist auch Moskaus aktuelle Mitteilung, dass Twitter “32 Links entfernt” habe, unrichtig und ziemlich missverständlich. |
7 | | Twitter gehört neben Google, Vimeo und Reddit zu den einzigen vier Internetunternehmen, die staatliche Aufforderungen zur Löschung von Inhalten bei Chilling Effects Clearinghouse posten. |
8 | গুগল, ভিমিও, এবং রেডিটসহ টুইটার হলো শুধুমাত্র ৪টি ইন্টারনেট কোম্পনী যারা কার্যকরী করা হিসেব মোচন নির্দেশগুলো স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন ও বেশ কয়েকটি আইন বিদ্যালয়ের সৃষ্ট একটি প্রকল্প চিলিং এফেক্ট ক্লিয়ারিংহাউস-এ প্রকাশ করে থাকে। | Das ist eine Evidenzsstelle für Beschwerden über Onlineaktivitäten, ein Projekt der Electronic Frontier Foundation und mehrerer rechtswissenschaftlicher Fakultäten in den USA, die für mehr Transparenz sorgen wollen. Die Datenbank von Chilling Effects gibt darüber Auskunft, dass Twitter am 27. |
9 | সেই তথ্যভাণ্ডার অনুসারে টুইটার ২০১৫ সালের ২৭শে মে তারিখে রসকমনেদজর-এর কাছ থেকে একটি চিঠি পেয়েছে যার মাধ্যমে তাদেরকে কয়েকটি ব্যক্তিগত টুইট এবং পুরো টুইটার হিসেবসহ ৫৩টি ভিন্ন ভিন্ন হাইপারলিঙ্ক বন্ধ করে দেবার অনুরোধ জানানো হয়। | Mai 2015 von Roskomnadsor einen Brief mit der Aufforderung erhalten hat, 53 verschiedene Hyperlinks zu blockieren. In dieser Menge waren nicht bloß einzelne Tweets, sondern auch ganze Benutzerkonten enthalten. |
10 | রসকমনেদজর অনুরোধে ৩২টি টুইট-এর উপর তাদের সুপরিচিত দেশভিত্তিক-বিষয়বস্তু-রুদ্ধকরণ হাতিয়ারটি প্রয়োগ করার মাধ্যমে হিসেব বিন্যাসের কারণে যাদেরকে রাশিয়ার মধ্যে অবস্থিত দেখা যায় তাদের কাছে এগুলোকে অদৃশ্য করে দিয়ে টুইটার ঠিকই সাড়া দিয়েছে। | Twitter beantwortete die Anfrage von Roskomnadsor bezüglich der 32 Tweets mit einem Hinweis auf die Anwendung der bekannten Richtlinie über länderbezogenes Zurückhalten von Kurznachrichten, sodass Kurznachrichten für diejenigen Nutzer unsichtbar sind, die in ihren Kontoeinstellungen Russland als Standort angegeben haben. |
11 | (এই বিন্যাস পরিবর্তন করা খুবই সাধারণ একটি প্রক্রিয়া।) | (Das Ändern dieser Einstellung ist ganz einfach.) |
12 | ১৫ই জানুয়ারী ২০১৫। | 15. Januar 2015. |
13 | মানেত্জ চত্বর। | Manegenplatz. |
14 | আমরা [নাভালনি-এর] রায় আলোচনা করবো। | Wir werden [Nawalnys] Urteil diskutieren. |
15 | এই অনুষ্ঠানটি ইতোমধ্যেই ১২,০০০ সাড়া প্রদানকারীর দৃষ্টি আকর্ষণ করেছে এবং আরও ৫৮,০০০ আমন্ত্রিত হয়েছে। | Diese Veranstaltung bekam fast 12.000 RSVPs [Répondez si'l vous plaît / Teilnahmebestätigungen] und weitere 58.000 wurden eingeladen. |
16 | রসকমনেদজর-এর ২১টি অনুরোধের উপর টুইটার কোন পদক্ষেপ গ্রহণ করেনি, যেগুলোর মধ্যে আছে সম্পূর্ণ টুইটার হিসেব লক্ষ্য করে ১১টি মুছে ফেলার অনুরোধ। | Auf 21 der von Roskomnadsor beanstandeten Kurznachrichten hat Twitter überhaupt nicht reagiert, auch nicht auf insgesamt 11 erbetene Löschungen von Benutzerkonten. |
17 | এই লিঙ্কগুলোর কয়েকটি রুশীয় সেন্সর আটকে দিতে ব্যর্থ হয়েছে, যার মধ্যে আছে পরিববেশবাদী কর্মী ইয়েভগেনিয়া চিরিকোভার হিসেব, জনপ্রিয় ইউরোময়দান (ইউরো চত্বর) হিসেব, এবং অন্যান্য। | Einige der Links, deren Blockierung Roskomnadsor nicht gelungen war, stammen von der Umweltaktivistin Jewgenija Schirikowa, aber auch von Unterstützern der Unabhängigkeit Sibiriens, vom populären Euromaidan-Konto und von anderen. |
18 | এছাড়াও আলোকচিত্রকর রুস্তেম আদাগামভ ও উদার গণমাধ্যম মোঘল আলেক্সান্ডার ভিনোকুরভ-এর মতো বিশিষ্ট বিরোধী ব্যক্তিত্বের কয়েকটি টুইটে রুশীয়দের প্রবেশাধিকার রুদ্ধ করে দিতে অপারগতা জানিয়েছে। | Außerdem hat Twitter sich geweigert, in Russland den Zugang zu verschiedenen Kurznachrichten bekannter Oppositioneller zu blockieren. Davon wären der Fotojournalist Rustem Adagamow und der liberale Medienunternehmer Alexander Winokurow betroffen gewesen. |
19 | টুইটারের সাথে রসকমনেদজর সর্বশেষ সমস্যাটি গত বছরের শেষের দিকে ফেসবুকের সাথে একটি বিরোধের উপর ভিত্তি করে তৈরী হয়। | Die letzte Auseinandersetzung zwischen Roskomnadsor und Twitter fand Ende des vergangenen Jahres statt. Dabei ging es um Facebook. |
20 | ২০১৪ সালের ২০শে ডিসেম্বরে ফেসবুক লজ্জাকরভাবে ২০১৫ সালের ১৫ই জানুয়ারীতে ক্রেমলিনের বাইরে রাজনৈতিক বন্দী এ্যালেক্সি নাভালনি উপর নিবেদিত একটি সমাবেশের অনুষ্ঠান পাতায় রুশীয়দের প্রবেশাধিকার রুদ্ধ করতে সম্মত হয়। | Am 20. Dezember 2014 war Facebook schändlicherweise damit einverstanden, in Russland den Zugang zu einer Veranstaltungsseite zu blockieren, die für eine am 15. Januar 2015 geplante Demonstration in unmittelbarer Nähe des Kreml eingerichtet worden war, um den politisch verfolgten Alexej Nawalny zu unterstützen. |
21 | ফেসবুক কখনওই এই পদক্ষেপ সম্পর্কে কোন স্বীকারোক্তি করেনি, কিন্তু তারা পরবর্তীতে ঐ অনুষ্ঠান পাতার প্রতিস্থাপিত পাতাগুলো রুদ্ধ করতে অপারগতা প্রকাশ করে, যে পাতাগুলো খুব শীঘ্রই মূল অনুষ্ঠানটি যত সাড়া পেয়েছিল তার থেকে বেশী সাড়া পেতে শুরু করলো। | Facebook hat diesen Schritt nie bestätigt, aber das Unternehmen hatte es immerhin abgelehnt, ersatzweise eingerichtete Veranstaltungsseiten auch noch zu sperren, die sehr schnell mehr Teilnahmebestätigungen erhielten als das Original. |
22 | অবশেষে, দু'সপ্তাহ আগেই নাভালনির রায় প্রদান করা হলো এবং তাকে (কিন্তু তার ভাইকে না) কারাভোগ করা থেকে অব্যহতি দেয়া হলো, যার ফলে ১৫ই জানুয়ারীর বিক্ষোভ প্রদর্শন করার আর প্রয়োজনীয়তা দেখা দিলো না। | Letztlich kam Nawalnys Urteil zwei Wochen zu früh und er (jedoch nicht sein Bruder) blieb von einer Gefängnisstrafe verschont, wodurch die Notwendigkeit für eine Demonstration am 15. Januar entfiel. |
23 | রসকমনেদজর-এর করা ব্যক্তিগত পোষ্ট আটকের অনুরোধের দু'টো বাদে সবগুলোই ১৫ই জানুয়ারী বিক্ষোভের বিজ্ঞাপন সংক্রান্ত টুইট ছিল-যে সমাবেশটি কখনো আয়োজিতই হয় নি। | Außer zwei betreffen alle Kurznachrichten, die Roskomnadsor blockieren lassen wollte, die für den 15. Januar geplante Demonstration. Eine Demonstration, die niemals stattfand. |
24 | তাদের দেশভিত্তিক-বিষয়বস্তু-রুদ্ধকরণ হাতিয়ারটি ব্যবহার করে টুইটার এগুলোর মধ্যে থেকে ৩০টি টুইট আটকে দিয়েছে, যদিও এরা-কোন পরিস্কার প্রতিমান ছাড়াই-প্রায় একই জাতীয় অন্য আরও কয়েকটি আটক করার অপারগতা প্রকাশ করে। | In Übereinstimmung mit der Richtlinie über “länderbezogenes Zurückhalten von Kurznachrichten” blockierte Twitter 30 dieser Tweets. Immerhin weigerte sich Twitter, wenn auch ohne erkennbares Verhaltensmuster, einige andere Kurznachrichten, die nahezu identisch waren, zurückzuhalten. |
25 | (ওকসানা ভিওলভা নামের এক নারীর করা দু'টো টুইট ‘রুদ্ধ' করতে টুইটার সম্মত হয়েছিল, যে ২০১৪ সালে একদল উত্তর ককেশীয়দের হাতে একজন জাতিগত রুশীয় ব্যক্তির হত্যার বিরুদ্ধে জানুয়ারী মাসের শেষের দিকে একটি জাতিয়তাবাদী প্রতিবাদ পালন করতে মিনেরালনিয়ে ভোডি শহরের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছিল।) | (Twitter war damit einverstanden, zwei Kurznachrichten zu unterdrücken, die von einer Frau namens Oksana (Wyolwa) Borisowa stammten, die Ende Januar 2015 die Einwohner der nordkaukasischen Stadt Mineralnyie Wody zu einer nationalistischen Kundgebung aufrief, um gegen die 2014 erfolgte Tötung eines ethnischen Russen durch eine Bande aus dem Nordkaukasus zu protestieren.) |
26 | উল্লেখিত অনুষ্ঠানগুলো হয়ে যাবার প্রায় ৫মাস পর রুশীয় সেন্সর থেকে এই সব হিসেব মুছে ফেলার অনুরোধ করা হয়েছে। | Russische Zensoren übermittelten sämtliche Aufforderungen zur Blockierung der Kurznachrichten sage und schreibe fünf Monate nach den entsprechenden Geschehnissen. |