# | ben | deu |
---|
1 | আপনার নতুন গ্লোবাল ভয়েসেস টি-শার্ট সংগ্রহ করুন | Neue T-Shirts von Global Voices |
2 | আপনি যদি গ্লোবাল ভয়েসেসকে ভালবাসেন, একটা সুন্দর নতুন টি শার্ট পরে তা দেখানোর থেকে আর ভালো কোন উপায় নেই এই অনুভুতি প্রকাশের। | Wenn auch ihr Global Voices toll findet, ist es jetzt einfacher denn je, das auch zu zeigen: mit einem neuen Shirt. |
3 | আপনি কি বারাক ওবামা বা জর্ডানের রানীর সাথে সাক্ষাত করতে যাবেন? | Hast du ein Treffen mit Barack Obama oder der Königin von Jordanien? |
4 | এই টি-শার্ট পরুন! | Trag das T-Shirt! |
5 | টেলিভিশনে সাক্ষাৎকার দিতে যাবেন? | Ein Fernsehautritt steht an? |
6 | আপনার শার্ট ভুলবেন না! | Vergiss dein T-Shirt nicht! |
7 | আমরা একটা পরিবেশককে বাছাই করেছি যারা সুলভ আন্তর্জাতিক পরিবহণ খরচে ভালমানের টি শার্ট পরিবেশন করার প্রস্তাব দিয়েছেন। | Wir haben einen Lieferanten ausgewählt, der gute internationale Versandpreise und Druckqualität anbietet. |
8 | রেডবাবল. কমে শার্টগুলো কিনতে পারবেন (প্রথম সপ্তাহে ১৫% কম মূল্য ছিল)। | Jetzt ein Shirt auf RedBubble.com kaufen (diese Woche: 15 % Rabatt!) |
9 | এই বিক্রি থেকে আমরা কোন লাভ করছি না, তাই এটা কেনার কোন চাপ নেই। | Wir verdienen nichts am Verkauf der Shirts, es gibt also keinen Kaufdruck. |
10 | তবে, আপনি যদি গ্লোবাল ভয়েসেস এ আমরা যে কাজ করি তার সমর্থনে কিছু দান করতে চান আমরা খুশি মনে তা গ্রহণ করবো। | Wenn ihr mit einer Spende die Arbeit von Global Voices unterstützen möchtet, freuen wir uns darüber natürlich riesig. |
11 | গ্লোবাল ভয়েসেস ব্লগার আর অনুবাদকারীদের একটা সম্প্রদায়, যারা বেশীরভাগ স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেন বিশ্বব্যাপী নাগরিক মিডিয়ার উপর বিভিন্ন তথ্য ও খবর জানানোর জন্য। | Global Voices - das ist eine Community aus Bloggern und Übersetzern, die hauptsächlich ehrenamtlich arbeiten und über Themen, die weltweit in den Bürgermedien diskutiert werden, berichten. |
12 | আমরা চলার জন্যে আপনাদের সমর্থনের উপরে নির্ভর করি। | Unsere Arbeit ist nur mithilfe eurer Unterstützung möglich. |
13 | শার্টগুলো বিভিন্ন আকার, মাপ আর পাঁচটা রঙ্গে পাওয়া যাচ্ছে। | Die Shirts gibt es in verschiedenen Formen und Größen sowie in fünf Farben. |
14 | পৃথিবীর সব ব্লগারের একটা করে এটা থাকা উচিত। | Jeder Blogger auf der Welt sollte eines besitzen. |