# | ben | deu |
---|
1 | ফুয়াদ মাসুমের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকারের পথে ইরাক | Fuad Masum neuer Präsident des Irak |
2 | ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কুরদিশ ফুয়াদ মাসুম। | Der Kurde Fuad Masum wurde zum neuen Präsidenten des Irak gewählt. |
3 | সূত্রঃ @RadawEnglish (টুইটার) | Quelle: Twitteraccount der kurdischen Onlinezeitung Rudaw English. |
4 | অবশেষে ইরাক নতুন প্রেসিডেন্ট পেল। | Nun endlich hat der Irak einen neuen Präsidenten. |
5 | ৭৬ বছর বয়সী কুর্দিশ রাজনীতিবিদ ফুয়াদ মাসুম এই পদের জন্য নির্বাচিত হয়েছেন। | Der 76 Jahre alte, kurdische Politiker Fuad Masum wurde in das Amt gewählt, nachdem seit den Wahlen im letzten April die Bildung einer neuen Regierung gestockt hatte. |
6 | গত এপ্রিল মাসের নির্বাচনের পর থেকে একটি নতুন সরকার গঠনের যে অচলাবস্থা সৃষ্টি হয়, তাঁর পরই তিনি নির্বাচিত হলেন। পশ্চিম ইরাকে সুন্নি বিদ্রোহ মোকাবেলায় একটি নতুন সরকার তৈরির লক্ষ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। | Die neue Ernennung zielt darauf ab, eine neue Regierung zu bilden, die dem sunnitischen Aufstand im Westen des Iraks entgegenwirken soll, der seit letztem Monat unter der Kontrolle des Islamischen Staats (vormals Islamischer Staat im Irak und der Levante) ist. |
7 | বিদ্রোহটি সন্ত্রাসী গ্রুপ ইসলামিক স্টেট অব ইরাক এন্ড সিরিয়া (আইএসআইএস) এর নিয়ন্ত্রণে রয়েছে, যারা গত মাসে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল এবং তার আশেপাশের এলাকাগুলো দখল করে নিয়েছে। | Im Juni hatte die Terrororganisation die zweitgrößte Stadt des Iraks, Mosul und die umliegenden Gebiete übernommen (Global Voices-Bericht auf Deutsch). |
8 | লন্ডন ভিত্তিক ইরাকি চ্যাথাম হাউস সহযোগী সহকর্মী হায়দার আল খেয়ি টুইট করেছেন: | Der in London lebende Iraker Hayder al-Khoei, ein Associate Fellow von Chatham House, twittert: |
9 | ফুয়াদ মাসুম ২১ ভোটে দ্বিতীয় রাউন্ডে বিজয়ী হয়েছেন। | Fuad Masum gewann mit 211 Stimmen in der zweiten Wahlrunde. |
10 | তিনি ইরাকের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। | Er wird Iraks nächster Präsident sein. |
11 | এছাড়াও লন্ডন ভিত্তিক মোস্তফা কাধুম ব্যাখ্যা করেছেন: | Mustafa Kadhum erklärt, ebenfalls aus London: |
12 | ইরাকের প্রেসিডেন্ট হিসাবে কুর্দি রাজনীতিবিদ ফুয়াদ মাসুম নির্বাচিত হওয়ায় বাগদাদ ও কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের মধ্যে রাজনৈতিক টানপোড়ন প্রশমন হতে পারে। | Den kurdischen Politiker Fuad Masum zum irakischen Präsidenten zu wählen wird möglicherweise politische Spannungen zwischen Bagdad und der regionalen Regierung Kurdistan lösen. |
13 | এদিকে, টুইটারে ১৯,৬০০ অনুসরণকারী সম্বলিত ইরাকি সাংবাদিক খনি আল অরাইবি মন্তব্য করেছেন: | Unterdessen kommentiert die irakische Journalistin Mina Al-Oraibi, die 19.600 Follower auf Twitter hat: |
14 | ইরাকের প্রেসিডেন্সি মূলত আনুষ্ঠানিক, দেশের জন্য কি ধরণের জাতীয় অনুভূতি ও দৃষ্টিভঙ্গী বাকি রয়েছে সেটিই গুরুত্বপূর্ণ। | Auch wenn die Präsidentschaft des Iraks eher förmlich ist, ist es doch wichtig für das, was an Nationalgefühl da ist und was an weniger Vision für das Land. |
15 | কিন্তু সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ডট এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। | Der schwedische Außenminister Carl Bildt heißt den Schritt willkommen. |
16 | তিনি তার ৩০৭,০০০ অনুগামীদের কাছে টুইট করেছেন: | Er schreibt seinen 307.000 Followern: |
17 | ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে ফুয়াদ মাসুম হাওরামি নির্বাচিত হওয়ায় আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। | Ich heiße die Wahl von Fuad Masum Hawrami als neuen Präsidenten des Iraks herzlich willkommen. |
18 | সমতা এবং ব্যাপক ভিত্তিক সরকারের জন্য পথ প্রস্তুত করা উচিত। | Das sollte den Weg ebnen für eine inklusive und auf einem breiten Fundament fußender Regierung. |
19 | ইরাকের জন্য পরবর্তী আগল হচ্ছে একটি চুক্তি যা নুরি আল মালিকিকে সরিয়ে ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করবে। | Die nächste Hürde steht dem Irak bevor, wenn es darum gehen wird, sich zu einigen, wer als nächster Ministerpräsident Nuri al-Maliki ersetzen soll. |