# | ben | deu |
---|
1 | ভারত: প্রকাশ্য দিবালোকে তথ্য অধিকার এবং বন্য প্রাণী সংরক্ষণ কর্মীকে খুন করা হয়েছে | Indien: RTI-Aktivistin und Tierschützerin am hellichten Tag erschossen |
2 | রাইট টু ইনফর্ম (আরটিএ, তথ্য অধিকার) এবং এনজিও কর্মী সেহলা মাসুদ ( ৩৯ বছর) মঙ্গলবার সকালবেলা ভুপালে তাঁর বাসভবনের সামনে নিহত হয়েছেন। | Right To Information-Aktivistin und NGO-Mitarbeiterin Shehla Masood (39) wurde am Dienstagmorgen vor ihrer Wohnung in Bhopal erschossen. |
3 | এছাড়াও তিনি বন্য প্রাণী সংরক্ষণ প্রচারণার সাথে যুক্ত ছিলেন। | Sie war außerdem bekannt für ihr Engagement im Tierschutz. |
4 | সংবাদ অনুসারে সেহলা সম্প্রতি আন্না হাজারের “দুর্নীতি মুক্ত ভারত” নামক প্রচারণার সমর্থনে অনশন পালন করেন। | Laut Berichten unterstütze Shehla seit kurzem auch Anaa Hazare's Kampagne ‘India Against Corruption'. |
5 | সেহলা ছিলেন এক সক্রিয় টুইটার ব্যবহারকারী। ভারতীয় অনেক টুইটারকারী তাকে অনুসরণ করত এবং তাঁর এই বেদনাদায়ক মৃত্যুতে যে সমস্ত প্রতিক্রিয়া পাঠিয়েছে নীচে তার কিছু অংশ প্রদান করা হল। | Shehla, eine aktive Twitter-Userin, hatte viele indische Follower, die sich auch zu ihrem tragischen Tod auf Twitter äußerten: |
6 | ল্যান্ডোফম: আরটি @কুনালমজুমদার: এ যেন এক প্রচণ্ড আঘাত! | landofom: RT @kunalmajumder: Geschockt! |
7 | আরটিআই একটিভিস্ট @ সেহলামাসুদ বেলা ১১ টার সময় নিহত হয়েছে। | RTI-Aktivistin @shehlamasood um 11 Uhr morgens erschossen. |
8 | সাত ঘন্টা আগে সে তাঁর শেষ টুইটটি করেছিল ৭ ঘণ্টা আগে। | Ihr letzer Tweet war vor 7 Stunden “#LS adjourned”. |
9 | “#এলএস এ্যাডজুরনড”( সেহলা মাসুদের টুইট চিরতরে বন্ধ হয়ে গেছে)। | Es ist wie in Pakistan! |
10 | মনে হচ্ছে দেশটা এখন পাকিস্তানের মত একটা দেশে পরিণত হচ্ছে। @ঝুনঝুওয়ালা: সেহলা মাসুদ এক বাঘিনীর বিষয়ে শুনানীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। | @jhunjhunwala: Shehla Masood war gerade auf dem Weg zu einer Anhörung über eine Tigerin. |
11 | পরিহাসের বিষয় হচ্ছে বাঘিনী এবং আরটিআই একটিভিস্ট উভয় অবৈধ শিকারিদের লক্ষ্যবস্তু পরিণত হল এবং তাদের খুন করা হল…। | Ironisch dass beide, Tiger und RTI-Aktivisten, gejagt und getötet werden… |
12 | নাগেশপারদ্দি: আজকে @সেহলামাসুদকে খুন করা হয়েছে। | nageshparaddi: @shehlamasood wurde heute getötet. |
13 | সে তার জীবন নিয়ে কি রকম শঙ্কিত ছিল সে বিষয়ে সে একটা চিঠি লিখেছিল। bit.ly/qPNODm | Sie hatte einen Brief geschrieben, indem sie über die Angst um ihr Leben schrieb bit.ly/qPNODm |
14 | ত্রিশুল: সে তাঁর কাজ করেছিল> আরটি@সেহলামাসুদঃ আপনাদের মধ্যে কেউ কি দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন? | TRISH00L: Sie tat es> RT @shehlamasood: Wie viele von euch haben jemals gegen Korruption angekämpft? |
15 | আপনারা কি জনগণের সামনে আপনাদের কণ্ঠস্বর তুলে ধরেছেন? | Habt ihr euch jemals öffentlich zu Wort gemeldet? |
16 | আপনার কি কখনো লিখিত ভাবে কোনদিন অভিযোগ করেছিলেন? | Habt ihr euch jemals schriftlich beschwert? |
17 | @রাহিলদাবেস্টঃ এদিকে @সেহলামাসুদ চিরনিদ্রায় শয়ন করেছেন এবং তিনি এখন মৃত। | raahildabest: Währenddessen @shehlamasood liegt sie kalt und tot. |
18 | তাঁর কাজের জন্য তাকে খুন করা হয়েছে। | Getötet wegen ihrer Überzeugungen. |
19 | তাঁর মৃত্যুর ফলে আন্না হাজারের দল থেকে একজন কমে গেল। | Ihr Tod ist im Hazare- Nebel untergegangen. |
20 | #সেহলামসুদ #শেম (লজ্জা)। | #Shehla Masood #SHAME |
21 | @আঙ্কুশ: ভারতীয় সংবাদপত্র #সেহলামাসুদের প্রকাশ্যে খুন হয়ে যাবার বিষয়টিকে #আন্না হাজারের সমর্থকের খুন হয়ে যাবার বিষয় হিসেবে উল্লেখ করেছে”। | @aknksha: Indische Zeitungen betiteln #ShehlaMasood's Erschießung am hellichten Tag mit “Unterstützer von #AnnaHazare getötet.” |
22 | লজ্জাজনক | Eine Schande |
23 | সারনেল: @সেহলামাসুদঃ আমি আপনার পরিচিত ছিলাম, তার জন্য আমি গর্বিত। | surnell: @shehlamasood: Danke für all das, was du für mich bedeutet hast. |
24 | আপনার আত্মার শান্তি কামনা করছি। | Sehr stolz dich gekannt zu haben. |
25 | আপনার লক্ষ্যকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। | Möge deine Seele in Freiden ruhen. |
26 | সানুটুইট: #সেহলামাসুদ-এর জন্য ভারী খারাপ লাগছে এবং #ভুপালের জন্য দুঃখিত। | Wir werden deine Ziele weitertragen. shanutweets: Es tut mir Leid um #ShehlaMasood und Mitleid für #bhopal. |
27 | আরটিআই একটিভিস্টদের এ ভাবে শিকার করা বন্ধ করুন। | Hört auf, RTI-Aktvisten zu jagen |
28 | আই_মেডকাপঃ কোন সংবাদ প্রদানকারী টিভি চ্যানেল @সেহলামসুদের-এর খুনের ব্যাপারে কোন বিস্তারিত সংবাদ প্রদান করেনি। | I_Madcap: Kein Nachrichtensender hat Details über @ShehlaMasood ‘s Tötung bekanntgegeben. |
29 | একজন আরটিআই একটিভিস্টকে সম্ভবত তাঁর সাহসিকতাপূর্ণ কাজের কারণে খুন করা হয়েছে। | Eine RTI-Aktivistin, die wohlmöglich wegen ihrer mutigen Arbeit getötet wurde. |
30 | পুলিশ এই খুনের কারণ এবং খুনিকে চিহ্নিত করার জন্য তদন্ত শুরু করছে । | Zur Zeit ermittelt die Polizei noch, um die genauen Motive und die Identität der Täter festzustellen. |
31 | সেহলামাসুদের ফেসবুকের ছবির স্ক্রিনশট | Screenshot von Shehla Masood auf Facebook |
32 | কাফিলা ব্লগ সেহলামাসুদের শহীদ হবার ঘটনায় একটি বিবৃতি পোস্ট করেছে: | Kafila blog veröffentlichte eine Stellungnahme zu Shehla Masoods Opfertod: |
33 | আমরা, নিম্ন স্বাক্ষরকারীরা উক্ত এলাকার বাঘ, আদিবাসী, বৃক্ষের দুর্ভাগ্যের কারণে শঙ্কিত এবং এখন মানবাধিকার এবং পরিবেশ সংরক্ষণ কর্মীদের টার্গেট করা হচ্ছে এবং একই ভাবে তাদের খুন করা হচ্ছে। | |
34 | আমরা দাবী করিছি যে তাঁর খুনের সাথে মধ্যপ্রদেশের ছত্তিশগড় জেলার রিও টিনটো নামক হীরক কোম্পানির এক অবৈধ খনি প্রকল্পের যোগসাজস থাকতে পারে। এটি একটি প্রান্তিক খনি কোম্পানী যার সদর দপ্তর লন্ডনে। | Wir, die Unterzeichner, sind bestürzt über die Ironie, dass Tiger, Stämme, Bäume und Bürger- und Umweltrechtler in gleichem Maße gejagt und getötet werden. |
35 | মূলত লন্ডন এবং ইউ ইয়র্ক পুঁজি বাজারে নিবন্ধনকৃত রিও টিনটো পিএলসি এবং এবং অস্ট্রেলিয়ার পুঁজি বাজারে নিবন্ধনকৃত রিও টিনটো কোম্পানীর সমন্বয়ে এটি গঠিত। একটি উচ্চ মাত্রার তদন্ত কমিটির অনন্যা সন্দেহজনক বিষয়ের সাথে তাদের ভূমিকাও তদন্ত করে দেখা উচিত। [..] | Wir fordern, dass der mögliche Zusammenhang zwischen ihrer Ermordung und ihrem Kampf gegen das illegale Diamantenprojekt in Chhattarpur, Madhya Pradesh der Rio Tinto, einer transnationalen Minengesellschaft mit Hauptsitz in der UK, die Rio Tinto plc, eine in London und NYSE eingetragene Firma, und Rio Tinto Limited, eingetragen unter Australian Securities Exchange, vereint, von einer Sonderkommission genau verfolgt und weitere Verdachte geprüft werden. [..] |
36 | সেহলা মাসুদ তাঁর বার্তা একটি গর্বিত শব্দ দিয়ে শেষ করত, সে লিখত “রোরররর” (গর্জন)। খুনীর বুলেট তাঁর এই গর্জনকে থামিয়ে দিতে পারে না। | Shehla Masood beendete ihre Nachrichten stets mit einem stolzen “Roarrrrr”, das auch durch die tötlichen Schüsse nicht zum Schweigen gebracht werden kann. |
37 | দয়া করে সেহলার ফেসবুকের ছবি এবং ব্লগ, দেখুন (ফেসবুকে প্রবেশ করার জন্য সেখানে লগইন করার প্রয়োজন হবে) | Shehlas Fotos auf Facebook (Facebook login) und ihren Blog gibt es unter diesen Links. |