# | ben | deu |
---|
1 | মিশরঃ আলেকজান্দ্রিয়ার ঐতিহাসিক বইয়ের বাজার নিরাপত্তা বাহিনী কতৃক ধ্বংস | Ägypten: Sicherheitskräfte zerstören historischen Büchermarkt von Alexandria |
2 | মিশরিরা আজ (৭ই সেপ্টেম্বর, ২০১২) সকালে আলেকজান্দ্রিয়ার নবী দানিয়াল সড়কের বইয়ের দোকানগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ধ্বংসের খবর পেয়ে জেগেছেন। | Am Morgen des 7. September erfuhren die Ägypter beim Erwachen, dass das Innenministerium die Bücherläden in der Prophet-Danial-Straße in Alexandria zerstört hatte. |
3 | ঊষাকালে এই বহিরাক্রমণে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে বাম নেটনাগরিকরাও ক্রুদ্ধ। | Der Überfall im Morgengrauen erweckte den Zorn der Bürger gegen die Muslimbruderschaft. |
4 | তাদের দাবি, সংস্কৃতির উপর এটি একটি চলমান যুদ্ধ। | Sie behaupten, sie führe einen Krieg gegen die Kultur. |
5 | নিরাপত্তা বাহিনী দোকান এবং বই ধ্বংস করেছে। | Die Sicherheitskräfte richteten die Läden zugrunde und vernichteten die Bücher. |
6 | এর ফলে বইয়ের অমূল্য সংগ্রহ এবং সংস্কৃতির একটি সম্পদ ধ্বংস করা হল। | Dabei wurden unschätzbare Bücherkollektionen und ein Kulturreichtum stark in Mitleidenschaft gezogen. |
7 | ডঃ সাদিয়া মিটওয়ালি এই আক্রমণের বিরোধিতা করেছেন [আরবী]: | Dr. Shadia Metwally nahm an dem Überfall Anstoß [ar]: |
8 | @সাদিয়ামেটওয়ালিঃ নবী দানিয়াল এলাকার বইয়ের দোকানগুলোতে আক্রমণ করা ছিল ভুল, যেখানে রাস্তার অন্য পার্শ্বে চা, কফি এবং পুরনো চেয়ার রয়েছে। | @shadiametwally: Es ist nicht richtig, die Bücherläden in der Prophet-Danial-Straße zu stürmen und die auf der anderen Seite der Straße, die Tee und Kaffee und alte Stühle haben, stehen zu lassen. |
9 | সেগুলো ছিল সেই ধরণের বইয়ের দোকান যেগুলো সংস্কৃতির একটি সম্পদ স্থাপন করেছিল। | Es waren Buchhandlungen, die einen Reichtum an Kultur beherbergten. |
10 | শেহরাজাদে ছাত্রদের সম্পর্কে উদ্বিগ্ন যারা মনে পীড়ন অনুভব করবেঃ | Scheherazade macht sich Sorgen um Studenten, die die Läden entbehren werden: |
11 | @_শেহরাজাদে: আমি ভাবতে পারছি না, বিশ্ববিদ্যালয়ের গরীব ছাত্ররা কিভাবে তাদের বই সংগ্রহে সমর্থ হবে। | @_Schehrazade: Ich kann mir nicht vorstellen, wie sich arme Universitätsstudenten jetzt ihre Bücher leisten werden. |
12 | প্রকৃতই একটি সবচেয়ে বিদ্বেষপূর্ণ আচরণ। | Im Ernst eine regelrecht boshafte Tat. |
13 | পুলিশের আক্রমণের পর আলেকজান্দ্রিয়ার নবী দানিয়াল সড়কের হামীদ এর বইয়ের দোকানের ধ্বংসাবশেষ। | Was vom Hameedo's Bücherladen in der Prophet-Danial-Straße in Alexandria nach dem Überfall durch die Polizei übrig geblieben ist. |
14 | টুইটারে ছবিটি শেয়ার করেছেন হেবা ফারুক। | Foto von Heba Farooq, veröffentlicht auf Twitter |
15 | হেবা ফারুক মাহফুজ ব্যাখ্যা করেছেনঃ | Heba Farouk Mahfouz erklärt: |
16 | @হেবাফারুকঃ রাজাব হামীদের বইয়ের দোকানটি ছিল একটি ব্যাক্তিগত সরু গলিতে, সড়কের পাশে নয়। | @HebaFarooq: Rajab Hameedos Laden stand in einer privaten Gasse, nicht in der Straße. |
17 | এছাড়া তাঁর ৩৪ বছর ধরে দোকান চালানোর অনুমতি থাকা সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দোকানটি ভেঙ্গে দিয়েছে। | Er verfügt über eine Genehmigung schon 34 Jahre und wurde trotzdem vom Innenministerium dem Erdboden gleichgemacht |
18 | ধ্বংসযজ্ঞের পরপরই তিনি ছবিটি তুলে পোস্ট করেছেন। | Sie veröffentlichte dieses Foto des zerstörten Ladens (siehe rechts). |
19 | ওয়ালীদ টুইট করেছেনঃ | Waleed twitterte: |
20 | @উইলোএজিঃ আপনারা খুব সাধারণ বিক্রেতাদের জীবিকা অর্জনের উপায় ধ্বংস করে দিয়েছেন এবং গরীব লোকদের পড়াশুনার আনন্দ অনুধাবন করা থেকে বঞ্চিত করেছেন। | @WilloEgy: Ihr habt den Lebensunterhalt der einfachen Händler vernichtet und arme Leute am Lesen und dem Streben nach Glück gehindert. |
21 | এর চেয়ে নির্বুদ্ধিতার আর কিছু কি আছে? | Gibt es etwas Dämmlicheres als dies? |
22 | তাঁর সাথে ওয়ায়েল বারাকাত কটাক্ষ করেছেনঃ | Wael Barakat scherzt: |
23 | @ওয়ায়েল_বারাকাতঃ তার মানে কি এখন বই বিক্রি করা মাদকদ্রব্য বিক্রি করার মতো এবং আমরা কি এখন বই কিনবো ভিডিও টেপের আকারে? | @Wael_Barakat: Hat das zu bedeuten, dass jetzt der Buchhandel mit dem Drogenhandel gleichgesetzt wird und wir die Bücher in Fernsehkassetten versteckt kaufen werden müssen? |
24 | আহমেদ এলসাউই প্রশ্ন তুলেছেনঃ | Und Ahmed Elsawy fragt: |
25 | @আহমেদ এলসাওয়ঃ সেই লোকটির কি হবে যার নীল রঙের বই বিক্রির ছোট দোকান থেকে আমি সবসময় বই কিনতাম? | @Ahmed_Elsawy: Was ist mit dem Mann aus dem blauen Laden, von dem ich immer kaufte? |
26 | আমি তাকে সবসময় দেখতাম নামাজ পরতে। | Er war ständig am Beten. |
27 | তার ছোট বইয়ের দোকানটিও কেন তারা ভেঙ্গে দিলো? | Warum zerstörten sie auch seinen Laden? |
28 | অনেকেই মুসলিম ব্রাদারহুডকেই সরাসরি দোষী মনে করে, কেননা এদেরই এক সদস্য মোহাম্মদ মুরসি মিশরের বর্তমান প্রেসিডেন্ট। | Viele beschuldigten unverhohlen die Muslimbruderschaft, deren Mitglied Mohamed Morsi der neue Präsident von Ägypten ist, des Überfalls auf die Bücher. |
29 | তবে আনাস আবদেল আযীম কড়া জবাব দিয়ে বলেছেনঃ | Anas Abdelazeem erwidert: |
30 | @আনাসআবদেলআযীমঃ নবী দানিয়ালের(সড়ক) বইয়ের দোকানগুলো ভেঙ্গে দেওয়াকে আমরা যদি ধরে নিই যে মুসলিম ব্রাদারহুড আমাদের সংস্কৃতির ওপর হামলা করেছে তাহলে তা উপহাসের যোগ্য, কেননা এমন ঘটনা আরও অনেকবার ঘটেছে। | @anasabdelazeem: Es ist absurd, die Büchervernichtung in der Prophet-Danial-Straße als einen Überfall auf die Kultur seitens der Muslimbruderschaft aufzufassen, weil es immer wieder geschieht. |
31 | টুইটারে আরও প্রতিক্রিয়া জানতে এই হ্যাশ ট্যাগ [আরবী] চেক করুন। | Weitere Reaktionen auf Twitter sind unter diesem Hashtag [ar] abrufbar. |
32 | আক্রমনের ঠিক পরপরই তোলা কিছু ছবি আহমেদ রক তাঁর ফেসবুক পাতায় দিয়েছেন এখানে। | Ahmed Rock veröffentlichte auf seiner Facebookseite Fotos, die einen Blick auf die Straße nach dem Überfall gewähren. |