# | ben | deu |
---|
1 | “ফিলিস্তিন নামে কোন রাষ্ট্র ছিল না” ? | “Palästina hat es nie gegeben”? |
2 | ফিলিস্তিন এবং আরব অঞ্চলের কয়েকজন টুইটার ব্যবহারকারী মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করে ‘ফিলিস্তিন নামে কোন রাষ্ট্রের অস্তিত্ব কখনোই ছিল না' - ইসরায়েলিদের বলা এই অতি প্রচলিত উক্তিকে খণ্ডনের চেষ্টা করছেন। | Eine Reihe von Twitternutzern aus Palästina und der arabischen Region greifen auf die Mikroblogging-Seite zurück, um die im israelischen Diskurs verbreitete Annahme zu widerlegen, Palästina habe niemals existiert. |
3 | সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী গোলডা মেয়ার একবার বলেছিলেন, “ফিলিস্তিনি জনগণ বলে কোন কিছুর অস্তিত্ব নেই”। | “So etwas wie ein palästinensisches Volk gibt es nicht”, hat einmal die ehemalige Ministerpräsidentin Israels, Golda Meir, gesagt. |
4 | ২০১১ সালে প্রকাশিত একটি ইউটিউব ভিডিওতে সাবেক ইসরাইলি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড্যানি আয়ালন বলেছিলেন, “১৯৬৭ সালে ফিলিস্তিন নামে কোন আরব জাতি বা রাষ্ট্র ছিল না”। | Und 2011 behauptete der ehemalige Vize-Außenminister Israels, Danny Ayalon, in einem Youtube-Video [en], dass es “1967 keine arabische Nation oder Staat mit dem Namen Palästina” gegeben habe. |
5 | এরপর তিনি প্রশ্ন রাখেন, “আসলে কি কখনও ছিল?” | „Gab es den eigentlich jemals?”, fügt er hinzu. |
6 | এই উক্তি সম্পর্কে ব্লগার এবং প্রাবন্ধিক জুয়ান কোল লিখেছেনঃ | Der Blogger und Essayist Juan Cole schrieb [en] über diesen Diskurs: |
7 | ইসরায়েলি রটনাগুলোর মধ্যে কারও দেখা অন্যতম একটি সাধারণ জোরালো উক্তি হচ্ছে, “ফিলিস্তিন নামে কোন রাষ্ট্র ছিল না”। | Eine der gängisten Behauptungen zionistischer Propaganda ist, dass es “nie ein Palästina” gegeben habe. |
8 | প্রমাণবিহীন এই অদ্ভূত বিবৃতিটি একেবারেই সত্যি নয়। | Diese abwegige Annahme ist schlicht falsch. |
9 | সিদনের দক্ষিণে এবং সিনাইয়ের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক এলাকা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন নামে পরিচিত হয়ে আসছে। এখানে মধ্যযুগীয় একটি টাকশাল থেকে মুসলিমদের প্রচলিত মুদ্রা তৈরি করা হত। | Die Bezeichnung “Palästina” wurde lange Zeit genutzt, um auf das geografische Gebiet südlich von Sidon [Stadt im heutigen Libanon] und nördlich des Sinai zu verweisen. |
10 | এই মুদ্রাগুলোর গাঁয়ে “ফিলাস্তিন” (ফিলিস্তিন) নামটি খোদাই করে লেখা থাকত। উনিশ শতকে স্থানীয় কয়েকজন লোকের ডায়রি পাওয়া গেছে। | Es gibt mittelalterliche Münzen, die Muslime dieser Region geprägt haben, auf denen “Filastin” (Palästina) steht. |
11 | ডায়েরিগুলোতে উল্লেখ করা ছিল যে তারা দামস্কাসে ঘুরতে এসেছিলেন। এটাও লেখা ছিল যে তারা কীভাবে “ফিলাস্তিনে” তথা ফিলিস্তিনে যেতে ব্যর্থ হয়েছেন। | In Tagebüchern aus dem neunzehnten Jahrhundert, die heute noch erhalten sind, haben Einheimische, die Damaskus und andere Orte besuchten, geschrieben, wie sehr sie “Filastin”, also Palästina, vermissten. |
12 | তিনি আরও বলেছেনঃ | Er fügt hinzu: |
13 | তারা তাদের নিজেদের পক্ষে যা বলছেন তা যদি সত্যি হয়, তবে আসলেই ফিলিস্তিন নামে কোন জাতি বা রাষ্ট্র ছিল না। | |
14 | পরবর্তীতে বন্ধ হয়ে যাওয়া লীগ অব নেশন্স নিদেনপক্ষে এই রাষ্ট্রটি সৃষ্টি করার আগে এটার কোন অস্তিত্ব ছিল না। উনিশ শতকের আগ পর্যন্ত কোন জাতি বা রাষ্ট্রেরই অস্তিত্ব ছিল না। | Wenn sich die Behauptung darauf bezieht, dass es keinen Nationalstaat mit dem Namen Palästina gegeben habe, zumindest bis der Völkerbund einen geschaffen hatte, dann ist das doch banal. |
15 | ১৮৬০ সালের আগে “ইতালির” কোন অস্তিত্ব ছিল না। | Bis zum neunzehnten Jahrhundert hat es keine Nationalstaaten gegeben. |
16 | ভেনিস ছিল জেনোয়া ফ্রেঞ্চ অষ্ট্রিয়ার একটি অংশ। | Vor 1860 gab es kein “Italien”. |
17 | ১৮৭০ সালের আগে “জার্মানি” নামে কোন রাষ্ট্র ছিল না। | Venedig war österreichisch und Genua französisch. |
18 | উনিশ শতকের আগে অনেক গুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল। এসব রাজ্যের কয়েকটি আবার অন্য রাজ্যের শাসনাধীন বা প্রতাপের অধীন ছিল। | Vor 1870 gab es kein “Deutschland”, sondern jede Menge kleiner Königreiche und Fürstentümer, einige von ihnen unter fremder Herrschaft oder Beeinflussung. |
19 | মিশরীয় ঔপন্যাসিক আহদাফ সৌফ গত ১৫ এপ্রিল তারিখে ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না শিরোনামে একটি হ্যাশট্যাগের ব্যবহার শুরু করেছেন। তিনি ব্যবহারকারীদের প্রতি ১৯৪৮ সালের আগে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তাদের ভূমি এবং গ্রাম থেকে জোরপূর্বক উচ্ছেদ করার সময় তখনকার ফিলিস্তিনের জনগণের বিভিন্ন ছবি হ্যাশট্যাগটিতে পোস্ট করার আহ্বান জানিয়েছেনঃ | Der ägyptische Autor Ahdaf Soueif brachte am 15. April den Hashtag there_was_no_Palestine [Es gab kein Palästina] in Gang und bat Nutzer, Bilder zusammengetragen, die das Leben in Palästina beschreiben, wie es vor 1948 und der gewaltsamen Vertreibung Hunderter, ja Tausender Palästinenser von ihrem Land und aus ihren Dörfern war: |
20 | ১৯৪৮ সালের পূর্বে ফিলিস্তিনিদের শহুরে জীবনের বিভিন্ন ছবি সংগ্রহ করতে ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না শিরোনামে একটি হ্যাশট্যাগ চালু করা হয়েছে। | Ich starte hiermit den Hashtag #there_was_no_Palestine, um Bilder über das städtische, palästinensische Leben vor 1948 zu sammeln. |
21 | হ্যাশট্যাগটি চালু করার কিছু সময় পরেই এটিতে ছবি দেয়া শুরু হয়। | Kurz danach trudelten die ersten Bilder ein. |
22 | #ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না #মানচিত্র। | Der britische Atlas meines Großvaters, Exemplar von 1939. |
23 | আমার দাদার সংগৃহীত ১৯৩৯ সালের ব্রিটিশ মানচিত্রের কপি। | |
24 | #ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না এটি ১৯৪০ সালে হাইফাতে বসবাসকারী একজন ইহুদি জার্মান মেয়ের পরিচয়পত্র। | Der Personalausweis eines jüdischen, deutschen Mädchens, das 1940 in Haifa gelebt hat, gestempelt “Staat Palästina”. |
25 | সেখানে সিলমোহরে লেখা আছে “ফিলিস্তিন রাষ্ট্র”। | [Quelle] Ahmed Mrowat. |
26 | #ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না ১৯২৪ সালে রামাল্লার নারীদের আরব ইউনিয়ন। | Arabische Frauenunion von Ramallah 1928. Foto von Ahmed Mrowat. |
27 | ত্রিশের দশকে লেবানন এবং ফিলিস্তিনের মধ্যকার চেকপয়েন্ট। | Checkpoint zwischen dem Libanon und Palästina in den 30ern, hat es also Palästina nie gegeben? |
28 | অতএব #ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না ? | Palästinensische Münze von 1927 |
29 | ১৯২৭ সালের ফিলিস্তিন মুদ্রা | Laure Dakkash im Funkhaus Palästina, Yafa, 1943. |
30 | ১৯৪৩ সালে ফিলিস্তিন সম্প্রচার কেন্দ্র ইয়াফাতে লরে দাক্কাস। | Über @arwa_th aus dem Archiv von Ahmad Mruwat. |
31 | @আরওয়া_থ আহমেদ ম্রোওয়াতের সংগ্রহশালা অবলম্বনে। | Alte palästinensische Zeitung. |
32 | পুরাতন ফিলিস্তিনি পত্রিকা। | Wie kann man also sagen, Palästina habe es nie gegeben?!! |
33 | তাহলে আপনারা কি করে বলেন, ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না ? রামাল্লায় একটি বিয়ের অনুষ্ঠান। | Sammlung von http://sabbah.in/1menoXm zu #there_was_no_Palestine: Eine Hochzeit in Ramallah, Palästina, 1900. |
34 | ব্যবহারকারী আলি হুসেন আল হেলু ১৯৩৯ সালে অস্ট্রেলিয়া এবং ফিলিস্তিনের মাঝে হওয়া একটি ফুটবল খেলার একটি ভিডিও শেয়ার করেছেন। | Der Nutzer Ali Hussein El Helou wählte ein Video aus, auf dem ein Fußballspiel zwischen Australien und Palästina von 1939 zu sehen ist. |
35 | অস্ট্রেলিয়া বনাম ফিলিস্তিনের ফুটবল খেলা (১৯৩৯): | Fußballspiel Australien gegen Palästina (1939). |
36 | হাইথাম সাব্বাহ ১৯০০ সালেরও আগের ফিলিস্তিনি জীবনের আরও বেশ কিছু ছবির জন্য ছবির একটি তালিকা সংকলন করেছেন। | Haitham Sabbah [en] hat weitere Fotos auf einer Liste von Bildern [en] über das Leben in Palästina zusammengestellt, die bis zum Jahr 1900 zurückreichen. |