# | ben | deu |
---|
1 | ইথিওপিয়াঃ নেট নাগরিকরা সেওয়াগা মুল্লাহর ঘটনা অনলাইনে তুলে ধরেছে | Äthiopien: Netizen führen die Kampagne für Shweyga Mullah online |
2 | সিএনএন এর এক সাংবাদিক ড্যান রিভারস যখন সেওয়াগা মুল্লাহ-এর উপর সংঘটিত বীভৎস অত্যাচারের কাহিনী তুলে ধরেন, তখন ন্যায় বিচারের দাবিতে ইথিওপিয়ার অনলাইনে এক সামাজিক প্রচারণা জোরালো হতে থাকে। গাদ্দাফির পুত্র হানিবলের স্ত্রী সেওয়াগা মুল্লাহর সারা শরীরে গরম পানি ঢেলে তাকে ভীষণ ভাবে আহত করে। | Eine Social-Media-Kampagne für Gerechtigkeit unter Äthiopiern tobt online nachdem der CNN-Journalist Dan Rivers [en], den entsetzlichen Missbrauch [en] von Shweyga Mullah enthüllte, die schwer verletzt wurde, als die Frau von Gaddafis Sohn Hannibal kochendes Wasser über ihren ganzen Körper goss, weil sie angeblich ein schreiendes Kind nicht beruhigen konnte. |
3 | অভিযোগ রয়েছে যে এক ক্রন্দনরত শিশুকে থামাতে ব্যর্থ হবার কারণে তাকে এই নির্মম শাস্তি প্রদান করা হয়। | |
4 | সেওয়াগা উক্ত পরিবারে একজন ন্যানি বা বাচ্চা দেখাশোনার কাজ করত। | Shweyga arbeitete als Kinderfrau für die Familie. |
5 | গাদ্দাফির পুত্রবধূ সেওয়াগা মুল্লাহ-এর মুখ পুড়িয়ে দিয়েছে। | Die Frau von Gaddafis Sohn verbrannte das Gesicht von Shweyga Mullah. |
6 | ছবিwww.shweyga.ethioscholars.com- সাইটের সৌজন্যে পাওয়া। | Foto mit Genehmigung von www.shweyga.ethioscholars.com |
7 | শুক্রবার, ২ সেপ্টম্বর ২০১১ তারিখে ইথিওপিয়ার নেট নাগরিকরা ফেসবুকে, লিবিয়ায় সেওয়াগা মুল্লাহ-এর বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবী নিয়ে দ্বিতীয় এক আলোচনার জন্য একটি ভার্চুয়াল পাতা খোলে। | Am Freitag, dem 2. September 2011 stellten Netizens eine virtuelle Diskussionsseite namens 2nd Discussion on seeking justice for Shweyga Mullah in Libya [2. Diskussion über das Streben nach Gerechtigkeit für Sheweyga Mullah in Libyen] auf Facebook online. |
8 | এই আলোচনার জন্য সময় নির্ধারিত হয় শুক্রবার ২ সেপ্টেম্বর বিকাল ৪. ০০ টা থেকে ৩১ অক্টোবর সন্ধ্যা ৭. | Der Zeitrahmen für die Diskussion ist von Freitag, dem 2. September 16:00 Uhr bis zum 31. |
9 | ০০ টা পর্যন্ত। | Oktober 17:00 Uhr. |
10 | আরেকটি গ্রুপ একটি দরখাস্ত তৈরি করেছে যাতে ইথিওপিয়ার অনলাইন সম্প্রদায়ের স্বাক্ষর সংগ্রহ করতে পারা যায়। | Eine andere Gruppe hat eine Petition begonnen, um Stimmen der äthiopischen Onlinegemeinschaft zu sammeln. |
11 | এই গ্রুপটি একটি ফেসবুক অ্যাপ্লিকেশন বা এ্যাপস তৈরি করেছে। | Die Gruppe hat auch eine Facebook-App kreiert. |
12 | এই দরখাস্তের ভাষা হচ্ছে: | Die Petition lautet: |
13 | সম্প্রতি গাদ্দাফির ছেলের বউ আলিনা সাকাফ, সেওয়াগা মুল্লাহ উপর যে অমানবিক আচরণ করেছে, তা এক অকল্পনীয় দুর্দশার কাহিনী আমাদের সামনে তুলে ধরেছে, যা আমাদের এক বোন বিশ্বের ভিন্ন একটি দেশে লাভ করেছে। | Die kürzliche unmenschliche Behandlung von Shweyga Mullah durch Aline Skaf, Gaddafis Schwiegertochter, brachte die unvorstellbaren Qualen ans Licht, die unsere Schwestern in verschiedenen Ländern auf der ganzen Welt ertragen müssen. |
14 | সৌভাগ্যবশত শারীরিক এবং মানসিক আঘাত সত্ত্বেও সে বেঁচে গেছে। এই ধরনের নিষ্ঠুর কার্য এক বিশেষ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে, কারণ সিএনএন এই বিষয়ে সংবাদ প্রদান করে এবং তা গাদ্দাফির সাথে যুক্ত। | Abgesehen von dem physischen und psychologischen Schaden, den sie erlitt, wurde diese grausame Tat zu ihrem Glück ein viel beachteter Fall, da es zuerst von CNN berichtet wurde und mit Gaddafi in Verbindung stand. |
15 | ঘটনাক্রমে সিএনএন অর্থ সংগ্রহের বিষয়টির আয়োজন এবং তার বিশেষ চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে পরেছিল। | Infolgedessen sammelte CNN Spenden und sicherte so eine Spezialbehandlung. |
16 | অন্যদিকে, এ রকম অসংখ্য সেওয়াগা এখনো এই ধরনের যন্ত্রণা ভোগ করছে, যা অজানা থেকে যাবে। এখানে উল্লেখ করার প্রয়োজন নেই যে হাজার হাজার এ রকম নারী সীমান্ত পাড়ি দেবার পরিকল্পনা করছে, যাদের শেষ পরিণতি হয়ত সেওয়াগার মতই হবে। | Jedoch gibt es noch zahllose andere Shweygas, die immer noch unentdeckt leiden, um gar nicht erst die Tausenden zu erwähnen, die planen, die Grenze zu überqueren und möglicherweise wie Shweyga enden. |
17 | ৮,০০০ জন সদস্যের একটি দল যারা নিজেদের “মধ্যপ্রাচ্যে ইথিওপিয়ার নারীদের উপর নির্যাতন করা বন্ধ কর” হিসেবে অভিহিত করে। | |
18 | তাদের“ সেওয়াগা মুল্লাহ-এর উপর করা অত্যাচার এবং আলিনা সাকাফের তার সাথে দাসের মত আচরণ করার বিরুদ্ধে ন্যায়বিচার চাই” নামক একটি ফেসবুক পাতা রয়েছে। | |
19 | অন্যদিকে “ আসুন আমরা ভবিষ্যৎ সেওয়াগা মুল্লাহর ঘটনা প্রতিরোধ করি” নামক ফেসবুক পাতার ১,০০০ সদস্য রয়েছে। | |
20 | নীচে একটি ভিডিও রয়েছে, যেখানে সেওয়াগা মুল্লাহকে চিকিৎসা নিতে দেখা যাচ্ছে : | Das folgende Video zeigt Shweyga Mullah während der Behandlung: |
21 | যখন সংবাদ ছড়িয়ে পড়ে যে ইথিওপিয়ার সরকার ক্ষতিপুরণ পাবার ব্যাপারে তাকে সাহায্য করবে, সাথে সাথে নেট নাগরিকরা এই সংবাদের লিঙ্ক তাদের ফেসবুকের পাতায় প্রদর্শন করতে থাকে, মতামত এবং মন্তব্যের উদ্দেশ্যে। | Sofort nachdem bekannt wurde, dass die äthiopische Regierung sie unterstützen will eine angemessene Entschädigung zu bekommen, begannen Netizens den Link zu der Nachricht auf Facebook zu verbreiten und nach Kommentaren und Meinungen suchten. |
22 | দেশটির কেউ কেউ ‘প্রচারণা থেকে সেওয়াগার মত নাগরিকদের সুযোগের অভাবের” মত সমস্যার সবকিছুর জন্য মেলাস জেনাউইয়ির সরকারকে দায়ী করেছে।। | Einige gaben der Regierung von Meles Zenawi die Schuld für alles - von Propaganda bis zu dem Mangel an Möglichkeiten für Bürger wie Shweyga im eigenen Land. |
23 | ফেসবুকে ইথিওপিয়া বিষয়ক মন্তব্যকারী আবেবে কাবাদে বলেছেন: | Ein beliebter Kommentator über Äthiopien auf Facebook, Abebe Kebede sagte: |
24 | এমন একটা তথ্য পাওয়া গেছে যে, ইথিওপিয়ার সরকার হয়ত ক্ষতিপুরণ আদায়ের কাজে অংশগ্রহণ করবে। | Es gibt Informationen, dass die Regierung von Äthiopien sich an der Sicherung der Entschädigungszahlung beteiligt. |
25 | এই বিষয় নিয়ে জনতার মধ্যে অবশ্যই ক্ষোভ থাকতে পারে, আর অবশ্যই মধ্যপ্রাচ্যের দেশসমূহে ইথিওপিয়ার নাগরিকদের যে দুর্দশা ঘটে সে বিষয়ে প্রচার মাধ্যমের মনোযোগ লাভের সুযোগটাকে গ্রহণ করা উচিত। | Aufseiten der Öffentlichkeit muss es Zorn darüber geben, und natürlich sollte diese Gelegenheit genutzt werden, die Medien auf das Schicksal der Äthiopier in Ländern des Nahen Ostens aufmerksam zu machen. |
26 | এনডাল্ক, অনলাইনে রাষ্ট্রের ভুমিকা নিয়ে যে বিতর্ক, তার সারমর্ম তৈরি করেছে: | Endalk fasst die Onlinedebatte zusammen: |
27 | ঘটনা হচ্ছে কিছু গ্রুপ, কিছুদিনের মধ্যে সেওয়াগা-এর ঘটনা ভুলে গেছে-এখন বিতর্ক হচ্ছে সরকার-বিরোধী বনাম সরকার-পন্থীদের মধ্যে, ন্যায় বিচার বনাম পক্ষপাতিত্বের মধ্যে, ধনী বনাম বিরোধীদের মধ্যে, এবং বিপ্লবের প্রয়োজনীয়তা নিয়ে। | In einigen Gruppen war Shweyga nach einer Weile vergessen - die Debatte konzentrierte sich nun auf “regierungsfeindlich gegen regierungsfreundlich”; “Gerechtigkeit gegen Voreingenommenheit”; “reich gegen arm” und die Notwendigkeit einer Revolution. |