Sentence alignment for gv-ben-20120724-29137.xml (html) - gv-deu-20120726-11775.xml (html)

#bendeu
1স্পেনঃ পথ বিক্ষোভ অপ্রতিরোধ্যSpanien: Unaufhaltsame Straßenproteste
2এই প্রবন্ধটি ইউরোপ সঙ্কট বিষয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Dieser Bericht ist Teil unseres Dossiers Europa in der Krise.
3খনি শ্রমিক যারা উক্ত খাতে ৬৩ শতাংশ বাজেট কর্তনের প্রতিবাদে ধর্মঘট পালন করেছে, তাদের বিক্ষোভ মাদ্রিদে এসে পৌছায়, কিন্তু স্পেনের রাজধানীতে এসে তাদের এই বিক্ষোভের পরিসমাপ্তি ঘটেনি।[Sofern nicht anders angegeben, führen alle Links zu spanischsprachigen Seiten.] Seit der Ankunft der Bergarbeiter in Madrid [en], die sich wegen Einsparungen von 63% in ihrem Sektor im Vollstreik befinden, nahmen die Proteste in der spanischen Hauptstadt kein Ende.
4জুলাই-এর ১০ তারিখ থেকে ভিন্ন ভিন্ন পেশার মানুষ, যেমন অগ্নি নির্বাপক এবং সরকারী কর্মীরা তাদের সাথে যোগ দিয়েছে।Seit dem 10. Juli kommt es täglich zu Protesten, an denen sich unterschiedliche Sektoren, wie vor allem Feuerwehrmänner und Beamte, anschließen.
5পুলিশ এবং সামরিক বাহিনীর ইউনিয়ন বলছে যে তাদেরও ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে।Die Gewerkschaften der Polizei und des Militärs schlossen sich zusammen und gaben bekannt, dass ihre Geduld am Ende sei.
6রাষ্ট্রপতি মারিয়ানো রাজোই-এর এই বাজেট কর্তনের ঘোষণা প্রদানের পর ১৯ জুলাই তারিখে স্পেনের বিভিন্ন শহরে অজস্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।Auch am 19. Juli kam es aufgrund der angekündigten Einsparungen des Regierungspräsidenten Rajoy zu Großdemonstrationen in einigen spanischen Städten.
7একই সাথে ‘বেকারদের বিক্ষোভে' দেশের বিভিন্ন শহর থেকে হাজার হাজার বেকার রাজধানী মাদ্রিদ অভিমুখে রওনা দেয়।Zudem steht der “Marsch der Arbeitslosen” bei dem Tausende Arbeitssuchende aus vielen verschiedenen Städten nach Madrid marschieren.
8২১ জুলাই তারিখে তারা রাজধানীতে এসে পৌঁছে।Ihre Ankunft in der Hauptstadt wird für den 21. Juli erwartet.
9স্পেনের গণতন্ত্রের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কর্তনের ঘটনা ঘটে পপুলার পার্টির নেতৃত্বে, এর সাথে তাদের প্রতিশ্রুতির বিষয়টি যোগ করলে একই রাজনৈতিক দল পদ্ধতিগতভাবে তা পালন করতে ব্যর্থ হয়েছে। এবং সংসদ আন্দ্রেয়া ফাব্রা বিখ্যাত উক্তি “তাদেরকে ঠাণ্ডা করে দাও” (কে সে জোডান) (এই বিষয়ে আলোচনা সম্বন্ধে জানতে চাইলে টুইটারে #কেসেজোডান নামক হ্যাশট্যাগ দেখুন) দ্বারা বেকারদের অপমান করার ফলে, তা এক স্ফুলিঙ্গের সৃষ্টি করে, যা গত কয়েকদিন ধরে রাস্তায় বিক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়।Die Auslöser für diese Mobilisierung in den Straßen der vergangenen Tage sind neben dem gewaltigsten “Scherenschnitt” der Demokratie, durchgeführt von der spanischen Volkspartei (Partido Popular), die von genau dieser politischen Partei systematisch gebrochenen Versprechen und die Beleidigung der Arbeitslosen durch Andrea Fabra und ihrem berühmten Ausspruch: “Que se jodan” [en] (Zum Teufel mit ihnen!) (Folge der Konversation auf Twitter #QueSeJodan.)
10কখনো কখনো এই বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল না, যা কিনা ছিল জনতার ক্রোধের বহিঃপ্রকাশ, আর কর্তৃপক্ষ শক্তি প্রয়োগের মাধ্যমে তা দমন করে।Einige der Proteste waren nicht nur friedlich, was den generellen Ärger der Bevölkerung deutlich macht, und wurden in den meisten Fällen gewaltsam von der Polizei niedergeschlagen.
11মাদ্রিদে বাজেট কর্তনের বিরুদ্ধে বিক্ষোভ।Demonstration gegen die Sparmaßnahmen in Madrid.
12ছবি ফটোগ্রাসিয়ন-এর।Foto von Fotogracción.
13সামাজিক প্রচার মাধ্যম এবং স্বনামে মূল ধারার বিপরীত অবস্থানে থেকে তথ্য প্রদানকারী প্রচার মাধ্যম ছবির মাধ্যমে এই ঘটনাটি তুলে ধরে।Die sozialen Netzwerke und Medien für Gegeninformation, wie sie sich selbst bezeichnen, veranschaulichen die Geschehnisse mit Bildern, von denen im Folgenden eine Auswahl gezeigt wird.
14আমরা এখানে তার কয়েকটি নির্বাচিত অংশ তুলে ধরছি ( উল্লেখ ছাড়া সকল ছবি ফটোগ্রাসিয়ন-থেকে নেওয়া এবং সিসি বাই-এস ৩.(Alle Fotos wurden, sofern nicht anders angegeben, von Fotogracción aufgenommen und unter der Lizenz CC BY-SA 3.0 veröffentlicht)
15০ লাইসেন্স এর অধীনে প্রকাশ করা হয়েছে।): দাবির সাপেক্ষে খনি শ্রমিকরা ৪০০ কিলোমিটার হেঁটে মাদ্রিদে এসে পৌঁছেছে:Die Bergarbeiter kommen mit ihren Forderungen in Madrid an, nachdem sie 400 km zu Fuß zurücklegten:
16মাদ্রিদের কেন্দ্রীয় এলাকায় নিজস্ব অঞ্চলের পতাকা হাতে খনি শ্রমিকরা।Bergarbeiter marschieren mit ihren regionalen Fahnen in Richtung Stadtzentrum.
17খনি শ্রমিকেরা মাদ্রিদের কেন্দ্রে এসে পৌছানোর পরের দিনের কিছু কঠিন মুহূর্ত, দাঙ্গা পুলিশেরা বিক্ষোভকারীদের দিকে রাবার বুলেট ছুড়ে মারে, যারা এর পাল্টা জবাব দেয়, চিৎকার করে এই কথা বলে, “তোমাদের লজ্জা পাওয়া উচিত” (জুলাই-১২)।Am Tag nach der Ankunft der Bergarbeiter gab es panische Momente im Zentrum von Madrid. Die Polizei schoss mit Gummigeschossen auf die Demonstranten, die mit dem Ausruf “Schande” (12. Juli) antworteten.
18এখানে কয়েকটি ভিডিওর উদাহরণ রয়েছে যা কিনা স্পেন রেভুল্যশন ওয়েবপেজ সংগ্রহ করেছে।Hier findet ihr einige Videos, die von der Website Spain Revolution zusammengestellt wurden.
19যখন কংগ্রেস ঘোষণা দেয় যে বাজেট কর্তন-এর বিষয়টি সরকারী কর্মচারীদের উপর কার্যকর হবে, তাঁর পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই তারিখে কংগ্রেসের সামনে কর্মচারীদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ছবি।Fotos der spontanen Demonstration der Beamten vor dem Kongress nach der Verkündung der Einsparungen in ihrem Sektor, 15. Juli.
20সরকারী কর্মচারীরা সংখ্যাগরিষ্ঠ দল পিপি এবং পোজের সদর দপ্তর-এর সামনে জমায়েত হবার আগে কংগ্রেস-এর সামনে অবস্থান গ্রহণ করে।Versammlung von Beamten vor den Parteilokalen der Mehrheitsparteien PP (Spanische Volkspartei) und PSOE (Spanische Sozialistische Volkspartei) und dem Kongress.
21বিক্ষোভ প্রদর্শনের সময় একজন নারীকে গ্রেফতার করা হয়।Eine Frau wird während der Protestaktion festgenommen.
22বাজেট কর্তন এবং ডেপুটি আন্দ্রেয়া ফাব্রার উক্তি “তাদেরকে মেরে ঠাণ্ডা কর”-এর ফলে সৃষ্টি হওয়া বিক্ষোভ-এর ছবি।Bilder der Demonstration, ausgelöst durch die Sparmaßnahmen und den Ausspruch “Que se jodan” (Zum Teufel mit ihnen!) der Abgeordneten Andrea Fabra.
23একটি ব্যানার যা স্পেনের নাগরিক জীবনে তৈরী হওয়া সামাজিক অস্থিরতার প্রতীক।Ein Plakat, das die schlechte soziale Lage im heutigen Spanien symbolisiert.
24অগ্নি নির্বাপক কর্মীরা নিজেদের ক্ষেত্রে ঘোষণা প্রদান করেছে “আগুনে পুড়ে ছারখার”:Die Feuerwehrmänner erklären, dass sie “ausgebrannt” sind:
25মিয়েরেস-এর অগ্নি নির্বাপক কর্মীরা বাজেট কর্তনের প্রতিবাদ নগ্ন হয়ে বিক্ষোভ প্রদর্শন করছে।Die Feuerwehrmänner von Mieres ziehen sich aus, um gegen die Einsparungen zu protestieren.
26ছবি @ইলকোমের্সিয়োডিজিট।Foto von @elcomerciodigit.
27একটি অগ্নি নির্বাপক ট্রাক বিক্ষোভকারীদের মাঝে প্রবেশ করেছে।Ein Feuerwehrauto bewegt sich inmitten der Demonstranten.
28মাদ্রিদের কাছে লেগানেস-এ একটি বারান্দায় অর্থনীতির শিক্ষা:Wirtschaftsunterricht an einem Balkon in Leganés in der Nähe von Madrid:
29রাষ্ট্রপতি মারিয়ানো রোজাই-এর বাজেট কর্তনের বিরুদ্ধে পরিষ্কার এক অভিযোগ, যা প্রকাশ করেছে।Klare Ablehnung der Einsparungen des Präsidenten Rajoy, veröffentlicht von @janc1991 Spanienweiter Aufruf der Gewerkschaften für die Demonstration am 19. Juli:
30@জানস১৯৯১ ইউনিয়নসমূহ, ১৯ জুলাই সারা দেশ জুড়ে এক বিক্ষোভের ডাক দিয়েছে:Plakat des Protesaufrufs: Sie wollen das Land zerstören, das müssen wir verhindern.
31এই ব্যানারে বিক্ষোভের আহবান জানানো হয়েছে।Dieser Bericht ist Teil unseres Dossiers Europa in der Krise.