Sentence alignment for gv-ben-20151022-50484.xml (html) - gv-deu-20151012-32833.xml (html)

#bendeu
1প্রকাণ্ড একটি প্রাচীরচিত্র যা মেক্সিকীয় একটি লোকালয়কে ‘যাদুকরী‘ করে তুলেছেDas riesige WandgemäIde, das einem mexikanischen Stadtviertel Magie einhauchte
2লাস পালমিতাস ও ‘প্রকাণ্ড প্রাচীরচিত্র'-এর শেষ পর্যায়ে।Las Palmitas und das „Makro-Wandgemälde” in seiner Endfassung.
3ছবি বীজ কর্মী সংঘের ফেসবুকের পাতা থেকে অনুমতিক্রমে নেয়া।Foto von der gemeinsamen Facebookseite der Germen Crew mit Genehmigung genutzt.
4হিডালগোর পাচুকা শহরের অবস্থিত একটি ছোট লোকালয়ের কেন্দ্রে ২০০ বাড়ীর সমন্বয়ে তৈরী একটি পটভূমিতে আঁকা মেক্সিকোর সব থেকে বড় প্রাচীরচিত্রটি জুলাই মাসে উদ্বোধন করা হয়।Im Zentrum eines kleinen Wohngebiets der Stadt Pachuca, Hidalgo, wurde im Juli dieses Jahres das gröβte Graffiti-Wandgemälde von ganz Mexiko eingeweiht. Dieses war auf 200 als Leinwand fungierende Häuser gemalt worden.
5কিন্তু একটি নির্দিষ্ট মাত্রার দারিদ্র ও অপরাধযুক্ত প্রধানত পল্লী লোকালয় হিসেবে খ্যাত পাহাড়ী জেলা লাস পালমিতাসকে এই ‘প্রকাণ্ড প্রাচীরচিত্রটি' শুধুমাত্র রঙিন করা ছাড়াও আরও বেশী কিছু প্রদান করেছে।Aber das „Makro-Wandgemälde” hat viel mehr bewirkt, als dem hügeligen Bezirk Las Palmitas, einer weitgehend ländlichen Region, die von einer gewissen Armut und Kriminalität geprägt ist, etwas Farbe zu verleihen.
6এই যৌথ প্রচেষ্টা লাস পালমিতাসকে এর প্রকল্প নেতৃত্বস্থানীয়দের ভাষায় ‘প্রথম যাদুকরী লোকালয়' - পর্যটন গন্তব্য হিসেবে ‘যাদুকরী শহর' (পুয়েব্লোস মাজিকোস)-এর প্রসার করায় মেক্সিকো সরকারের একটি পৃথক উদ্যোগ - হিসেবে পরিণত করে কর্মসংস্থান করেছে, কিশোর সহিংসতা হ্রাস করেছে, এবং একটি সমাজ উদ্দীপনামূলক বোধ সৃষ্টি করেছে।Die Gemeinschaftsarbeit hat Arbeitsplätze geschaffen, die Jugendgewalt verringert und einen Gemeinschaftssinn hervorgerufen. Sie hat Las Palmitas dazu werden lassen, was die Projektleiter als das „erste magische Stadtviertel” bezeichnen - eine Anspielung auf die separate Initiative der mexikanischen Regierung, „magische Städte” als Touristenziele (Pueblos Mágicos) zu bewerben.
7এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছে স্বতন্ত্র মেক্সিকীয় সংঘ হার্মেন ক্রু (বীজ কর্মীদল) যার সাথে সংশ্লিষ্ট রয়েছে গ্রাফিটি শিল্প, প্রাচীরচিত্র শিল্প এবং শব্দচিত্রমূলক তথ্যচিত্রে বিশেষায়িত শিল্পীরা।Die Projektleitung hatte die unabhängige mexikanische Produktionsgemeinschaft Germen Crew (deutsch „Saat-Mannschaft”), die sich aus urbanen Künstlern mit den Spezialgebieten Graffitikunst, Wandmalerei und audiovisuelle Dokumentation zusammensetzt.
8এই দলটির লক্ষ্য হলো গণ ও সড়ক চিত্রের মাধ্যমে জনগণের জন্য উন্মুক্ত স্থানগুলোকে একটি নতুন তাতপর্য দেয়া ও এখানে বসবাসকারী জনগোষ্ঠীর জন্য একটি সামাজিক কাঠামো ফিরিয়ে আনা।Eine Gruppierung, die versucht, mit Kunst im öffentlichen Raum und Street Art öffentlichen Räumen eine neue Bedeutung zu verleihen und das soziale Gefüge wiederherzustellen - zum Wohle der Gemeinschaft.
9তাদের ফেসবুকের পাতায় নীচের কথাগুলো লেখা আছে:Auf ihrer Facebookseite steht Folgendes:
10আমাদের কাজ হলো আমাদের শহরের জন্য একটি শৈল্পিক উৎসর্গ।Unsere Arbeit ist ein künstlerisches Angebot an unsere Städte.
11আমরা যেভাবে চিত্রকলা তৈরী করি ও সেটিকে বুঝি তা আমরা রঙ, আকার, বিন্যাস ও মিশ্র মাধ্যমের সাহায্যে প্রকাশ করি।Durch Farben, Formen, Texturen und gemischte Medien teilen wir unsere Art, Kunst herzustellen und zu verstehen, mit anderen.
12আমরা যে সমস্ত জায়গায় যাই সেই সমস্ত জায়গায় বসবাসকারী লোকেদের হৃদয় শক্তিশালী ও উৎফুল্লতাকে জোরদার করার মাধ্যমে আমরা সম্ভবনার বীজ অঙ্কুরিত করার প্রচেষ্টা চালাই।Wir versuchen, den Keim des Möglichen zu sprengen, indem wir die Herzen und die Begeisterung derjenigen Menschen stärken, die an den Orten leben, die wir betreten.
13জনগণের জন্য উন্মুক্ত জায়গাগুলোকে তার অধিবাসীদের জন্য আরও কার্যকর করে তোলার মাধ্যমে আমরা সেখানে নতুন অভিপ্রায় প্রদান করতে চাই, যে জায়গাগুলো আশপাশের নাগরিকদের সাথে ও সেখানে কেন্দ্রীভূত হওয়া অভিব্যক্তিগুলোর সাথে নতুন সম্পর্ক স্থাপন ও বিস্তারে সহায়তা করতে শিক্ষা দেয়, অনুপ্রাণিত ও সাহায্য করে।Wir möchten öffentlichen Räumen einen neuen Sinn geben, sie für ihre Bewohner nützlicher machen - Plätze, die erziehen, motivieren und die helfen, neue Beziehungen mit den Einwohnern und den hier konvergierenden Ausdrucksformen zu unterstützen und wachsen zu lassen.
14উপকরণের চাহিদা পূরণে সহায়তাকারী স্থানীয় ও রাষ্ট্রীয় সরকারের সহযোগিতা ছাড়াও এই প্রকল্পটির একটি বিরাট রসদ হিসেবে কাজ করেছে লাস পালমিতাসে বসবাসকারী ৪৫২ পরিবারের (প্রায় ১,৮০৮ জন) সক্রিয় অংশগ্রহণ।Zusätzlich zu der Zusammenarbeit mit der Kommunalverwaltung und der Bundesregierung, die die benötigten Materialien vermittelten, wurde das Projekt besonders durch die aktive Teilnahme der 452 in Las Palmitas lebenden Familien vorangetrieben (ca. 1808 Menschen).
15প্রকল্পের মেয়াদ কাল পুরো তিন মাস ধরেই এর অধিবাসীদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে, এবং তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে যেগুলো সেই একই সময়ে অনুষ্ঠিত হয়েছে: কর্মশালা, বক্তব্য, এবং ভ্রমণ যার সবগুলোর উদ্দেশ্য ছিল কিশোর অপরাধ হ্রাস করা।Die Einwohner wurden während der gesamten dreimonatigen Projektdauer zu Rate gezogen und sie nahmen zudem an diversen kulturellen Aktivitäten teil, die zur selben Zeit stattfanden: Workshops, Vorträge und Touren, alle mit dem Ziel, die Jugendkriminalität zu verringern.
16উপরের ভিডিওটিতে লণ্ঠন বেলুনের উপর একটি কর্মশালার দলিলায়ন করা হয়েছে, লাস পালমিতাসে বসবাসকারীরা মন্তব্য করেছে যে শৈল্পিক কর্মকাণ্ডগুলো এলাকার উপর ইতিবাচক প্রভাব বিস্তার করেছে:In dem obigen Video, das einen Workshop zur Herstellung von Himmelslaternen dokumentiert, bemerken Einwohner von Las Palmitas, dass die künstlerischen Aktivitäten einen positiven Einfluss auf das Viertel hätten:
17আমাদের জন্য এটি আমাদের জেলার একটি উৎসব দিবস, কারণ আমরা এমন জিনিসের অভিজ্ঞতা অর্জন করছি যার অভিজ্ঞতা আমরা আগে কখনো পাই নি।Für uns ist das heute ein Festtag in unserem Stadtviertel, da wir Dinge erleben, die wir noch nie zuvor erlebt haben.
18আমি সর্বোপরি আমাদের পরিবারগুলোর মধ্যে এতো সাদৃশ্য ও সহাবস্থান দেখতে পাই।Ich sehe so viel Harmonie und friedliches Zusammenleben, besonders in unseren Familien.
19আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমার এলাকা বহুলাংশে উন্নত হবে এবং তেমন আর অপরাধ থাকবে বলে আমি মনে করি না।Ich glaube, dass diese Veranstaltungen unsere Gegend stark verbessern werden und dass ab nun die Kriminalität sinken wird.
20প্লানিসফেরিও নামের পরিকল্পনা বিষয়ক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বীজ কর্মীদলটি ব্যাখ্যা করে যে প্রাতিষ্ঠানিক জায়গা নয় বরং জনগণের জন্য উন্মুক্ত চত্বর, বাজার, এবং এমন কি যথেষ্ট হারে অপরাধ সংঘঠিত হওয়া প্রান্তিক এলাকাগুলোতে অংকনে উপর আলোকপাত করাই তাদের পন্থাকে উদ্ভাবনী করেছে।In einem Interview mit dem Konzeptmagazin Planisferio erklärte die Germen Crew was ihre Vorgehensweise innovativ macht, nämlich nicht die Fokussierung auf institutionelle Räume, sondern vielmehr auf öffentliche Plätze, Märkte und sogar marginalisierte Gegenden mit signifikanten Kriminalitätsraten.
21একই সময়ে তারা বলে যে তাদের যৌথ প্রচেষ্টা ও দলীয় গতিময়তার ফলই হলো তাদের সাফল্য।Gleichzeitig sagte sie, sei ihr Erfolg die Frucht ihrer gemeinsamen Arbeit und ihrer Gruppendynamik.
22‘রঙ হলো যাদু' এই অভিব্যক্তিটি একটি সংক্ষিপ্ত ভিডিও চালু করে যেখানে লাস পালমিতাসের একটি প্রাণবন্ত, রঙিন জনগোষ্ঠীতে পরিণত হবার প্রামান্যচিত্র তুলে ধরা হয়েছে।Das folgende kurze Video beginnt mit der Aussage „Farbe ist Magie” und dokumentiert die Transformation von Las Palmitas in eine lebendige, farbenfrohe Gemeinschaft.
23১৩ বছরেরও বেশী সময় ধরে বিদ্যমান কর্মীদলটি মেক্সিকো শহরের জামাইকীয় বাজারে; মেক্সিকোর একাটেপেক-এর নতুন শহরগুলোর গড়ের মাঠে; এবং হুয়াদালাহারার মিরাভাল্লেসহ আরও অনেকগুলো জায়গায় প্রকল্প গ্রহণ করেছে।In ihrem 13-jährigen Bestehen hat die Crew unter anderem Projekte auf dem jamaikanischen Markt von Mexico City, auf der Esplanade der neuen Städte in Ecatepec, Mexiko und in Miravalle, Guadalajara in Angriff genommen.
24বর্তমানে তাদের ভাষায় ‘মেক্সিকোর প্রথম যাদুকরী লোকালয়' হিসেবে লাস পালমিতাসকে পরিবর্তন করার তাদের লক্ষ্য অর্জন করেছে, এবং যার সবকিছু থেকে বোঝা যাচ্ছে যে এধরনের প্রকল্প আরও হবে।Jetzt ist es ihr gelungen, Las Palmitas in „Mexikos erstes magisches Stadtviertel” zu transformieren und alle Zeichen deuten darauf hin, dass man künftig noch mehr erwarten darf.
25বীজ কর্মীদলের কাজ সম্পর্কে আরও তথ্য তাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম-এর পাতায়, এবং ইউটিউব-এ তাদের চ্যানেলে পাওয়া যাবে।Weitere Informationen über die Germen Crew findet man auf ihrer Facebookseite und ihrer Instagramseite sowie auf ihrem YouTube-Kanal.