# | ben | deu |
---|
1 | মিশরঃ নাগিব মাহফুজের জন্ম শতবার্ষিকী উদযাপন | Ägypten: Naguib Mahfouz’ hundertsten Geburtstag feiern |
2 | আজ (১১ ডিসেম্বর) মিশরের নোবেল সাহিত্য পুরষ্কার বিজয়ী এবং অন্যতম উপন্যাসিক নাগিব মাহফুজের শততম জন্মদিন। | Heute ist der hundertste Geburtstag des ägyptischen Nobelpreisträgers und führenden Autors Naguib Mahfouz. |
3 | আজকের এই দিনটাকে টুইটারে স্মরণ করা হচ্ছে। | Bei Twitter wird dem Anlass gedacht. |
4 | নাগিব মাহফুজ, ১১ ডিসেম্বর ১৯১১-এ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করে। | Geboren am 11. Dezember 1911, gewann Mahfouz den Nobelpreis 1988. |
5 | অজস্র লেখা লিখে যাওয়া এই দুর্দান্ত লেখক, ৫০ টির মত উপন্যাস এবং ৩৫০ টি ছোট গল্প লিখেছেন, এছাড়াও তিনি ৫টি নাটক এবং পেশাগত জীবনে অজস্র চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন। তিনি প্রায় ৭০ বছর ধরে তাঁর এই লেখার কাজ চালিয়ে যান। | Der erfolgreiche Autor veröffentlichte in seiner Karriere, die mehr als 70 Jahre dauerte, mehr als 50 Romane und 350 Kurzgeschichten sowie fünf Theaterstücke und dutzende Filmdrehbücher. |
6 | টুইটারে, ইব্রাহিম আব্দেল মাগুইদ উল্লেখ করেছেন [আরবী ভাষায়]: | Bei Twitter schrieb Ibrahim Abdelmeguid [ar]: |
7 | @ইব্রাহিমআব্দেলমেগ: আজকের দিনটাকে নাগিব মাহফুজের জন্মদিন হিসেবে উদযাপন করা হচ্ছে। | @ibrahimabdelmeg: Heute ist Naguib Mahfouz' Geburtstag. |
8 | এখন থেকে ১০০ বছর আগে ঠিক আজকের এই দিনে এই জাতির এক বিবেক হিসেবে পরিচিত, এক ব্যক্তির এই পৃথিবীতে আগমন ঘটে। | Wie heute wurde vor 100 Jahren das Gewissen dieser Nation geboren. |
9 | নাগিব মাহফুজের জন্মদিন উদযাপন। | Naguib Mahfouz feiern. |
10 | ছবির কৃতিত্ব উইকিমিডিয়া কমন্সের, (সিসি বাই-এসএ ৩. ০) -এর মাধ্যমে ব্যবহার করা হয়েছে। | Foto: Wikimedia Commons unter (CC BY-SA 3.0) |
11 | নারিমান ইদ্রিস বিস্মিত: | Nermeen Edrees wundert sich: |
12 | @নারিমানইদ্রিস:আজ যদি টিভি চ্যানেলগুলো #মাহফুজের লেখা কাজ সমূহকে সারাদিন ধরে চালাতে থাকে! | @NermeenEdrees: Und ich frage mich, ob die Fernsehsender den ganzen Tag #Mahfouz-Arbeiten zeigen! |
13 | লায়লা এল তাহওয়ায়ি ভাবছেন, নাগিব মাহফুজ, যিনি ২০০৬ সালে মারা গেছেন, তিনি যদি আজ মিশরের চলতে থাকা বিপ্লবকে দেখে যেতে পারতেন। | Layla El Tahawy wünschte, dass Mahfouz, der 2006 starb, da sein könnte, um die ägyptische Revolution zu sehen. |
14 | ভদ্রমহিলা টুইট করেছেন: | Sie twittert: |
15 | @লায়লাতাহওয়ায়ি:শান্তিতে ঘুমাও মাহফুজ, সামান্য যে কয়জন মানুষকে আমি এই বিপ্লবের প্রত্যক্ষদর্শী হতে দেখতে চেয়েছিলাম, নাগিব মাহফুজ তাদের মধ্যে অন্যতম। | @Laylatahawy: RIP Naguib Mahfouz, einer der wenigen Menschen, von denen ich wünschte sie wären hier, um unsere Revolution zu sehen. |
16 | #মাহফুজ#ইজিপ্ট | #mahfouz #egypt |
17 | মুহাম্মাদ আদেল ব্যাখ্যা করেছে [আরবী ভাষায়]: | Muhammad Adel erklärt [ar]: |
18 | @এমহাম্মাদাল:যখনই আমি নাগিব মাহফুজের কোন বই পড়ি, যা কিনা ধর্মীয় কারণে বিতর্কের সৃষ্টি করে, আমি তা পাঠ করে উপলব্ধি করি যে, এই মানুষটি একটি বিশেষ মাত্রার বিশ্বাস উপভোগ করত। | @mhmdadl: Wenn ich Naguib Mahfouz' Romane, die immer Kontroversen über Religion ausgelöst haben, lese, verstehe ich das Ausmaß des Glaubens dieses Mannes. |
19 | আপনার মস্তিস্কের ভেতরে যে বিশ্বাস প্রোথিত এবং আপনি নিজের চেতনার মাধ্যমে যে বিশ্বাস অর্জন করেন, তার মধ্যে পার্থক্য রয়েছে। | Es gibt einen Unterschied zwischen glauben mit dem Verstand und dem Verständnis des Glaubens, den du erbst. |
20 | এবং ম্যাথু উপসংহার টেনেছে: | Und Matthew schlussfolgert: |
21 | @হারাফিশ১:নাগিব#মাহফুজের আজ শততম জন্মদিন! | @harafish1: Naguib #Mahfouz ist heute 100! |
22 | যদিও তিনি আর আমাদের মাঝে নেই, কিন্তু তার লেখা বই এখনো আমাদের অনুপ্রাণিত করে এবং পৃথিবীর শেষ সময় পর্যন্ত সে গুলো আমাদের মাঝে থেকে যাবে# ইজিপ্ট | Obwohl er nicht mehr bei uns ist, werden seine Bücher uns weiterhin inspirieren und sie werden weiter existieren bis zum Ende der Zeit. |
23 | নাগিব মাহফুজ-এর ফেসবুকের পাতা, আজকের দিনটিতে তাঁর জন্ম শতবার্ষিকীকে স্মরণ করে যে সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সে সবের সংবাদের লিঙ্ক প্রদান করেছে। | #Egypt Naguib Mahfouz' Facebookseite veröffentlicht Links zu Nachrichten, die über den Anlass berichten. |