# | ben | deu |
---|
1 | সার্বিয়া: স্থানীয় ব্লগাররা রাদোভান কারাজিকের গ্রেপ্তার আলোচনা করছে | Serbien: Blogger sprechen über Festnahme von Radovan Karadžić |
2 | (ভেরা সার্কোভিচের কন্ঠে এই পোস্টটির একটি অডিও সংস্করনও আপনারা শুনতে পারবেন। | |
3 | অডিও প্লেয়ারের মাধ্যমে সরাসরি শুনতে চাইলে লেখাটির শেষের দিকে দেখুন) স্রেব্রেনিচা গণহত্যার ১৩ বছর পূর্তির কয়েক দিন পর রিপাব্লিকা স্রেপস্কার ভূতপূর্ব প্রেসিডেন্ট রাদোভান কারাজিক গ্রেপ্তার হন। | Nur wenige Tage nach dem 13. Jahrestag des Massakers von Srebrenica, bei dem über 7000 Menschen, die meisten von ihnen muslimische Zivilisten, ermordet wurden, ist der frühere Präsident der Republika Srpska Radovan Karadžić festgenommen worden. |
4 | এই হত্যাযজ্ঞে ৭০০০ এর বেশী লোককে মেরে ফেলা হয় যাদের মধ্যে বেশীরভাগ মুসলিম নাগরিক ছিল। | |
5 | জুলাই ২১-২২ এর রাতে পৃথিবীব্যাপী গুরুত্বপূর্ণ সব প্রচার মাধ্যম আর সার্বিয়ার স্থানীয় প্রায় সব মিডিয়া তার গ্রেপ্তারের খবর দিয়েছে। | In der Nacht vom 21. auf den 22 Juli meldeten führende internationale Medien und die serbische Presse die Verhaftung. |
6 | সার্বিয়ার ব্লগ জগতের অনেক ব্লগার এই সংবাদে অবাক হয়েছেন। | Viele serbische Blogger waren überrascht. |
7 | নীচে তাদের কয়েকজনের প্রথম প্রতিক্রিয়া: | Es folgen einige der ersten Reaktionen. |
8 | তার ব্লগে স্লাইক আই দগাজাগি লিখেছেন: | Co von SLIKE I DOGADJAJI schreibt in seinem Blog (SRP): |
9 | আমি যখন আমার পোর্টল্যান্ডের ভ্রমণের উপরে একটা লেখা প্রস্তুত করছিলাম, তখন আমি সংবাদ পেলাম যে রাদোভান কারাজিক গ্রেপ্তার হয়েছে। | Während ich an einem Bericht über meinen Portland-Besuch arbeitete, erfuhr ich von der Festnahme Radovan Karadžićs. Ich konnte es gar nicht glauben, aber es steht überall. […] |
10 | আমি বিশ্বাস করতে পারিনি যে এটা সত্য, কিন্তু এই সংবাদ সব ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে। | Hugh Griffiths, ein Blogger von B92, schreibt auf Englisch: |
11 | বি৯২ প্লাটফর্মের ব্লগার হিউ গ্রিফিটিস এটা ইংরেজীতে লিখেছেন: | Viele von uns hätten nie gedacht, dass sie den Tag erleben würden. |
12 | আমরা অনেকে মনে করিনি যে এই দিন আসবে, যে গোপন পুলিশ, অপরাধী আর ধর্মগুরুদের এই পাপীত্রয় যারা আপনাকে নিরাপদ রেখেছে তারা আপনার মৃত্যুর দিন পর্যন্ত আপনাকে স্বাধীনতা দেবে। | Den Tag, an dem die unheilige Dreifaltigkeit von Geheimpolizei, den Verbrechern und den Priestern, die dich geschützt hatten, eine dauerhafte Freiheit bis zum letzten Tag schaffen würden. |
13 | কিন্তু আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার যে নিরাশাবাদীরাও ভুল প্রমাণিত হয়, অন্তত কোন কোন সময়। | Zu unserem Glück liegen manchmal sogar die Pessimisten falsch. […] |
14 | আকুল্টুরার ব্লগার দীনহিসবিশ তার সন্তুষ্টি জানিয়েছেন কারাজিকের গ্রেপ্তারের খবরে: | Dynhysbys von A K U L T U R A freut sich über die Nachricht (SPR): |
15 | আমি খুশি যে এই সরকার প্রস্তুত আর তাদের ইচ্ছা আছে সেই সমস্যার মুখোমুখি হওয়া ও মোকাবেলা করা যা সার্বিয়াকে এখনো ৯০ এর জাহান্নামের দিকে টেনে নিচ্ছে। | […] Ich bin froh, den diese Regierung ist bereit und motiviert die Probleme anzugehen, die Serbien an die Hölle der 90er bindet. […] |
16 | ডক্টর ব্লগের মিশা ভূতপুর্ব যুগোস্লাভিয়ার জন্যে আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইবুনাল (আইসিটিওয়াই) কে তিরষ্কার করেছেন, কিন্তু লিখেছেন যে যদিও তিনি এই বিচারে বিশ্বাস করেন না, তিনি সার্বিয়া রাদোভান কারাজিকের থেকে বেশি ভালোবাসতেন: | Misha kritisiert im Doctor Blog den Internationaler Strafgerichtshof für das ehemalige Jugoslawien (ICTY). Doch obwohl er nicht an die Gerechtigkeit dieser Institution glaubt, so liebt er trotzdem Serbien mehr als Radovan Karadzic: |
17 | রামুস হারাদিনাজি আর নাসের ওরিখ এর মতো অপরাধীদের মুক্তির কারনে হেগের ট্রাইবুনালের যতই বদনাম থাকুক না কেন, আর রাদোভান কারাজিক যতই নিরাপরাধ হোক না কেন (ইশর তাকে প্রমানে সাহায্য করবে?) সার্বিয়া সব সময় আমার জন্য প্রথম জায়গা। [display_podcast] | […] Egal, wie die Glaubwürdigkeit des Tribunals durch die Freisprüche für Verbrecher wie [Rasmus Haradinaji] und [Naser Oric] gelitten hat, und egal wie unschuldig Radovan Karadzic war (wird Gott ihm wohl beim Nachweisen helfen?) |
18 | http://www.archive.org/download/LocalBloggersDiscussTheArrestOfRadovanKaradzic/LocalBloggersDiscussTheArrestOfRadovanKaradzic_64kb.mp3 Podcast: Play in new window | Download | Serbien kommt für mich immer an erster Stelle. […] |