Sentence alignment for gv-ben-20131119-40042.xml (html) - gv-deu-20131115-17549.xml (html)

#bendeu
1নাইজারের এতিমদের জন্য উদ্বেগঃ “আমরা কীভাবে উদাসীন থাকতে পারি ?”Wie kann man da gleichgültig bleiben?: Das Schicksal der Waisen in Niger
2“বিশ্বের শিশুদের রাজ্য” নামক ইউনিসেফের বার্ষিক রিপোর্টে প্রকাশিত একটি পরিমিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, নাইজার দেশটির প্রায় ১৭ মিলিয়নের কাছাকাছি জনসংখ্যার মধ্যে ৯ লক্ষ ৭০ হাজার এতিম শিশু দেশটির সীমানার ভিতরে বসবাস করছে।
3তাদের পিতামাতার মধ্যে একজন বা উভয়েই মারা যাওয়ায় তাদেরকে এতিম হিসেবে গণনা করা হয়েছে। তারা জীবনে সামনে এগিয়ে যেতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে পারে।Eine ernüchternde Zahl im jährlichen “Bericht zur Situation der Kinder in der Welt 2012″ von UNICEF enthüllt, dass in Niger 970.000 Waisen leben - bei einer Gesamtbevölkerung von ungefähr 17 Millionen Menschen.
4এসব প্রতিকূলতার মধ্যে আছে, বিদ্যালয়ে কম উপস্থিতি এবং নিজেদের এবং অন্যান্য ভাইবোনদের জীবিকার জন্য এতো অল্প বয়সে কাজ করার বাধ্যবাধকতা।Diesen Kindern, die eines ihrer Elternteile oder beide verloren haben, steht eine ungewisse Zukunft bevor: Sie besuchen nur kurze Zeit die Schule und sie müssen viel früher arbeiten gehen, um für sich selber und ihre Geschwister zu sorgen.
5ইউনিসেফের তৈরি করা এই ভিডিওটিতে ১৫ বছরের একজন নাইজেরীয় কিশোরীর একটি গল্প তুলে ধরা হয়েছে।Dieses von UNICEF produzierte Video beschreibt die Geschichte eines 15-jährigen Mädchens aus Niger welches als Straßenverkäuferin gearbeitet hatte, wobei sie von älteren Männern belästigt wurde.
6সেখানে ভ্রাম্যমান বিক্রেতা হিসেবে তাকে কাজ করতে দেখা যাচ্ছে।Sie begann dann mit 12 als Hausangestellte zu arbeiten um schließlich diese Familie, die sie nur ausgebeutet hatte, zu verlassen:
7এ কাজের সময়ে তাকে প্রাপ্তবয়স্ক লোকেদের কাছ থেকে প্রায়ই অশোভন কুপ্রস্তাব শুনতে হয়। তাই এরপর সে ১২ বছর বয়সে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে।Die ergreifende Geschichte dieser Waisenkinder hat viele Menschen in Niger berührt, darunter auch eine Bloggerin des Rising-Voices-Projekts Mapping for Niger, die sich diesem Thema angenommen hat.
8অবশেষে পরিবারটি তাকে প্রচন্ড কটূক্তি করতো থাকলে তাকে সে বাড়িটিও ছাড়তে হয়ঃ এসকল এতিমদের হৃদয়বিদারক গল্প, অনেক নাইজেরিয়ার অধিবাসীকেই প্রভাবিত করেছে।Fatiman schreibt auf dem Blog Mapping for Niger [fr]: “In Niger Waise zu sein, ist ein wirkliches Problem welches mich erschüttert und ich möchte darüber berichten, da ich inmitten der Waisen lebe …”
9তাদের মাঝে একজন হলেন, রাইজিং ভয়েসেসের গৃহীত প্রকল্প, ম্যাপিং ফর নাইজারের একজন নতুন ব্লগার।Sie fährt fort und beschreibt einige der Probleme [fr], mit denen Waisen konfrontiert werden können ohne eine Elternfigur an ihrer Seite zu haben:
10আলোচ্য বিষয়টি তুলে ধরতে এই প্রকল্পটি বেছে নেয়া হয়েছে।Unglücklicherweise haben Waisen in jeder Gesellschaft eine Reihe ernsthafter Probleme.
11ম্যাপিং ফর নাইজার নামের ব্লগটিতে ফাতিমান লিখেছেনঃ “নাইজার দেশটিতে এতিম হয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সমস্যা।
12এটি এমন একটি পরিস্থিতি, যা আমার হৃদয়ের খুব কাছে অবস্থান করে - কেননা আমি আমার চারপাশে অনেক এতিমদের নিয়ে বসবাস করি”।
13অভিভাবকহীন জীবনে এতিমরা [ফ্রেঞ্চ] যে সব সমস্যার সম্মুখীন হতে পারে, সেসব সমস্যার সম্পর্কে লিখতে যেয়ে তিনি আরো বলেছেনঃ
14দুর্ভাগ্যবশত: যেকোন সমাজে বসবাসকারী এতিমরা বিভিন্ন ধরনের ভয়ঙ্কর সমস্যা নিয়ে জীবন কাটায়।Vor allem, wenn es um Erziehung und ein Leben ohne elterliche Liebe geht.
15বিশেষকরে শিক্ষাক্ষেত্রে এবং পিতামাতার ভালোবাসা ছাড়া জীবন কাটাতে যেয়ে তারা বেশকিছু সমস্যার মুখোমুখি হয়।
16এই এতিম শিশুরা নিজেদেরকে অনুকরনীয় ব্যক্তি বা আদর্শ, পথপ্রদর্শক বা নিয়ন্ত্রণকারী হতে বঞ্চিত বলে মনে করে।Diese Waisen sind allein, ohne ein Vorbild, sie haben niemanden, der vorangeht und sie leitet und ihnen eine Zukunft und eine Perspektive bietet.
17তারা তাদেরকে একটি ভবিষ্যৎ এবং প্রত্যাশার নিশ্চয়তা দিতে পারতো। সবাইকে এটাও মনে রাখতে হবে, একটি শিশুর প্রস্ফুট হওয়ার প্রথম পথই হচ্ছে তাঁর পরিবার।Und man darf auch nicht vergessen, dass die Familie für ein Kind immer der erste Bereich ist, um sich zu entfalten.
18সমাজ এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছে।Die Gesellschaft steht erst an zweiter Stelle.
19আর আমাদের সমাজটি এমন, যা তাদের অবস্থা সম্পর্কে ক্রমাগতভাবেই উদাসীন এবং তাদের এই পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে।Und eben diese Gesellschaft bleibt so gleichgültig gegenüber der Situation der Waisen, schlimmer noch, sie benützt sie für andere Dinge.
20কখনো কখনো এই সমাজ তাদেরকে অন্যান্য ধ্বংসাত্মক কাজেও ব্যবহার করে থাকে।An diesem Punkt sehen sich die Kinder verschiedenen gesellschaftlichen Phänomenen gegenüber, z. B. das organisierte Verbrechen, Jugendkriminalität, Zwangsarbeiten, moderne Sklaverei.
21পরিশেষে এতিম শিশুরা সংগঠিত অপরাধ, কিশোর অপরাধ, জোরপূর্বক শ্রম প্রদান, আধুনিক দাসত্ব সহ নানারকম সামাজিক ঘটনার শিকার হতে পারে।Diese Kinder, die bereits das Schlimmste erlebt haben, werden daher die sein, welche am meisten leiden werden, da sie in dieser durch und durch materialistischen und kapitalistischen Welt kein Einkommen haben.
22এভাবে সেই এতিম শিশুরা সবচেয়ে জঘন্য পরিস্থিতি থেকে বেড়িয়ে এসে পরিপূর্ণপভাবে বস্তুতান্ত্রিক ও ধনতান্ত্রিক এই বিশ্বে কোন আয় উপার্জন ছাড়া সবচেয়ে বেশী ধুঁকে ধুঁকে জীবন যাপন করবে।
23এসব এতিমদের মুক্তি দিতে এবং যত্ন নিতে নাইজারের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো একটি প্রধান ভূমিকা পালন করে।Religiöse Organisationen spielen eine wichtige Rolle, wenn es darum geht, den Waisen in Niger Halt zu geben und sie zu unterstützen.
24মুসলিম এবং ক্যাথোলিক উভয় প্রতিষ্ঠানই বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে সাহায্য করে। সেখানে এতিম শিশুরা খাবার এবং আশ্রয় পেয়ে থাকে।Sowohl muslimische als auch katholische Organisationen halfen dabei, Einrichtungen zu schaffen, wo Waisen Essen und ein Dach über dem Kopf finden können.
25একটি কাতার-ভিত্তিক সংস্থার সাহায্যে নির্মিত অন্যতম একটি এতিমখানার ছবি তুলেছেন আলহার।Alher fotografierte eines dieser Waisenhäuser in der Nähe ihrer Wohnung, welche von einer Organistaion aus Katar errichtet werden:
26এতিমখানাটি তাঁর বাড়ির কাছেই অবস্থিতঃFoto eines Waisenhauses auf dem Land in Niger.
27নাইজারের গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা একটি এতিম খানার ছবি।
28ছবিটি তুলেছেন আলহার, যা অনুমতিক্রমে ব্যবহৃত।Fotografie von Alher, mit ihrer Erlaubnis veröffentlicht
29ফাতিমান একটি ভাবগম্ভীর এবং চিন্তাশীল প্রশ্ন [ফ্রেঞ্চ] জিজ্ঞাসার মধ্য দিয়ে তাঁর বক্তব্য সমাপ্ত করেছেনঃ
30সবশেষে যখন সকলের দেনা পাওনার হিসেব মেলানো হবে, তখন আমাদের বলতে হবে একজন এতিমকে ভয়ঙ্কর সমস্যার মাঝে ঠেলে দেয়া হয়েছে।
31তাদের জন্য রাষ্ট্র প্রদত্ত সাহায্য সন্তোষজনক নয়।Fatimans Bericht endet mit einer ernsten und nachdenklichen Frage [fr]:
32এমনকি যদিও এতিম শিশুদের এই অবস্থা আমাদের মানবতার প্রগাঢ় গভীরতাকে সর্বোতভাবে স্পর্শ করে।Letztendlich müssen wir feststellen, dass ein Waisenkind, auf sich allein gestellt, sich ernsthaften Problemen gegenüber sieht.
33বিশ্বের এ সকল এতিম শিশুদের জীবনের এহেন অবস্থা সম্পর্কে আমরা কীভাবে উদাসীন থাকতে পারি?Dennoch lässt die Unterstützung des Staates sehr zu wünschen übrig, auch wenn die Situation der Waisen uns in unserer tiefsten Seele erschüttert.
34এই পোস্টের উদ্ধৃতাংশ অনুবাদ করার জন্য লরা মরিসকে বিশেষ ধন্যবাদ।Wie können wir nur gleichgültig bleiben angesichts der Lebensumstände der Waisen in der Welt?