Sentence alignment for gv-ben-20151111-50676.xml (html) - gv-deu-20151226-33539.xml (html)

#bendeu
1শিসেইডো’র লৈঙ্গিক রূপান্তর বিষয়ক বিজ্ঞাপনShiseidos Geschlechter verdrehender Werbespot Screenshot von Shiseidos offiziellem YouTube-Kanal
2শিসেইডো'র অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে স্ক্রিনশটটি নেয়া হয়েছে।Der neueste Werbespot des japanischen Makeup-Herstellers Shiseido wurde mit der Absicht kreiert, dass er sich wie ein Fegefeuer ausbreitet.
3জাপানের কসমেটিক উত্পাদনকারী প্রতিষ্ঠান শিসেইডো সম্প্রতি একটি অনলাইন বিজ্ঞাপন প্রকাশ করেছে। বিজ্ঞাপনটি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা (ভাইরাল) পেয়েছে।Am Anfang des Videos, das den Titel “Die Makeup-Geheimnisse japanischer Oberschülerinnen” (メーク女子高生のヒミツ) trägt, sieht man eine Lehrerin, die zum Unterrichtsbeginn ihrer Oberstufenklasse erscheint.
4“জাপানের হাই স্কুলের মেয়েদের মেকআপ রহস্য” (দ্য মেকআপ সিক্রেটস অব জাপানিজ হাই স্কুল গার্লস) শিরোনামের বিজ্ঞাপনটি শুরু হয় একজন হাই স্কুল শিক্ষিকার ক্লাসে ঢুকে পড়ানোর মধ্যে দিয়ে।
5তারপর ক্যামেরা পুরো ক্লাসরুম জুড়ে ঘোরে। তখন ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের এক ঝলক দেখা যায়।Die Kamera gleitet durch den Raum und hält hin und wieder inne um den Zuschauern einen Blick auf die Schülerinnen im Klassenzimmer zu gewähren.
6ভিডিও ক্যাপশন: জাপানের হাই স্কুলের মেয়েদের মেকআপ রহস্যTitel des Videos: Die Makeup-Geheimnisse japanischer Oberschülerinnen
7বিজ্ঞাপনটিতে দর্শকদের জন্য একটা চমক লুকিয়ে রয়েছে।Die Zuschauer erwartet eine Überraschung.
8কিন্তু সেটা কী?Doch was ist es?
9তার একটা ইঙ্গিত মেলে একজন শিক্ষার্থীর পড়তে থাকা একটি বইয়ের পাতায়:Auf der Seite eines Buches, das von einer Schülerin gelesen wird, befindet sich ein Hinweis:
10ক্লাসে কোনো ছেলে আছে কিনা তা কি খেয়াল করেছেন?“Habt ihr irgendwelche Jungen im Klassenzimmer entdeckt?”
11তারপরেই দেখা যায়, ক্লাসের ছাত্রীরা ছেলেতে রূপান্তরিত হচ্ছে।Wie bereits vermutet, wird enthüllt, dass die weiblichen Schülerinnen in Wirklichkeit männlich sind.
12উল্টো দিক থেকে ভিডিওটি চালানো হলে ছাত্রদেরকে কীভাবে ছাত্রীতে রূপান্তরিত করা হচ্ছে, সেটা দেখা যায়।Raffinierterweise beginnt das Video in diesem Moment rückwärts zu laufen und zeigt, wie ein junger Mann nach dem anderen in eine junge Frau verwandelt wurde.
13এমনকি ক্লাসের শিক্ষিকাও শিক্ষকে রূপান্তরিত হন।Sogar die Lehrerin wird am Ende als Mann entpuppt.
14প্রত্যাশিতভাবেই বিজ্ঞাপনটি জাপানে ব্যাপক জনপ্রিয় হয়।Es war wahrscheinlich vorhersehbar, dass der Werbespot in Japan ein voller Erfolg werden würde.
15টুইটার ব্যবহারকারী একজন নারী বলেছেন:Eine Twitter-Nutzerin sagte folgendes:
16শিসেইডো'র এই বিজ্ঞাপনটি সত্যিই অসাধারণ।Dieser Shiseido Werbespot ist unglaublich!
17বিজ্ঞাপনে অংশ নেয়া ছেলেদের মেয়েদের চেয়েও সুন্দর লাগছে।Diese Jungs sind hübscher als Frauen! (*´ェ`*)…
18বেশিরভাগ প্রতিক্রিয়াই মেয়েদের ছেলেতে রূপান্তরের বিষয় নিয়ে। সবাই এর প্রশংসাও করেছেন।Von den Reaktionen her zu urteilen scheinen die meisten zu denken, die Verwandlung von Junge zu Mädchen sei unglaublich gewesen.
19তবে কম হলেও কিছু মন্তব্য এসেছে কীভাবে নারীর বিনির্মাণ হয় সেটা নিয়ে। এক্ষেত্রে প্রসাধন সামগ্রীর ভূমিকা কতটুকু, নারীরা এটিকে কতটা বিবেচনায় নেন সেটাও উঠে এসেছে:Allerdings wurde den tiefergreifenden Problemen des Videos nur wenig oder gar keine Aufmerksamkeit gezollt: wie Geschlechteridentität konstruiert werden kann und welche Rolle Kosmetik spielt, wenn es darum geht zu bestimmen was es heißt, als Frau angesehen zu werden:
20পেশাদার স্টাইলিস্টরা এককথায় চমৎকার!Die professionellen Stylisten sind unglaublich!
21এই বিজ্ঞাপনে শিসেইডোর ভূমিকা নিখুঁতভাবে উঠে এসেছে।Und das gleiche gilt für Shiseidos makellose Umsetzung des Werbespots!
22বিজ্ঞাপনে অংশ নেয়া কিছু মডেল আগে ও পরের ছবি পোস্ট করেছেন।Einige der Models in dem Werbespot haben Vorher-Nachher-Bilder ins Netz gestellt.
23আশাহি ফুজি মডেল হিসেবে খুব একটা পরিচিত নন।Wie zum Beispiel Asahi Fuji, ein verhältnismäßig unbekanntes Modell:
24এখানে রইলো তার ছবি: আগে ও পরের ছবি।Hier ist ein Vorher-Nachher-Foto!
25#ক্রস-ড্রেসিং#cross-dressing #plsRT #plsplsRTthis!
26ইউকি মুরাকামি নামের একজন মডেল পুরো দলের ছবি পোস্ট করেছেন:Yuki Murakami, ein weiteres Modell, hat ein Foto der ganzen Gruppe gepostet:
27আমি শিসেইডো'র নতুন অনলাইন বিজ্ঞাপনে কাজ করছি। এখানকার বেশিরভাগ মডেলই খুব হ্যান্ডসাম।Ich habe in einem Werbespot für Shiseido mitgespielt, der nur online zu sehen ist […] Viele der Jungs sahen unglaublich gut aus… ein Werbespot, den die Ladies unbedingt sehen müssen lol.
28মেয়েদের অবশ্যই এই বিজ্ঞাপনটি দেখা উচিত! …Danke für die Makeup-Tipps.
29টুইটার ব্যবহারকারী @আরএলএল_৯২৫ বিজ্ঞাপনে অংশ নেয়া মডেল মুরাকামি'র বন্ধু।
30তিনি বিজ্ঞাপনের পিছনের ঘটনার কিছু ছবি পোস্ট করেছেন। কীভাবে মেকআপ দেয়া হচ্ছে, কীভাবে তাদের মেয়েতে রূপান্তরিত করা হয়েছে, সেটা দেখা গেছে:Twitter-Nutzer @RII_925, eine Freundin von Murakami aus der Oberschule, stellte ein paar Bilder von Filmmaterial hinter den Kulissen online, in denen gezeigt wird, wie das Makeup aufgetragen wurde und brachte ihr Erstaunen über die Verwandlung zum Ausdruck:
31একটু অপেক্ষা করুন!Einen Moment mal!
32এটা সত্যিই খুব চমত্কার!Das ist unglaublich!
33তুলনা করলে বিজ্ঞাপনের শেষের দিকে মেকআপ ছাড়া ছেলেদের উপস্থিতিই সবচে' বেশি আকর্ষণীয়:Die Verwandlung ist noch viel erstaunlicher, wenn man sie mit dem Bild der ungeschminkten männlichen Schüler vergleicht, die im Werbespot mitspielen: