Sentence alignment for gv-ben-20150906-50187.xml (html) - gv-deu-20150903-32119.xml (html)

#bendeu
1একটি কলম কিনি, এক জীবন বাঁচাই।Kauf einen Kulli, rette ein Leben!
2সিরিয়ার একজন পিতা এক তহবিল সংগ্রহে উৎসাহ যুগিয়েছেEin syrischer Vater inspiriert zu einer Spendenaktion
3বৈরুতের রাস্তায় আব্দুল হালিম আত্তার এবং তার কন্যা রীম।Abdul Halim Attar und seine Tochter Reem in den Straßen von Beirut.
4ছবি ইন্ডিয়েগোগো-এর।Foto von Indiegogo.
5স্যোশাল মিডিয়াকে প্রায়শই “ জীবন বদলে দেওয়ার এক শক্তিশালী মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়” এবং “কলম কিনি” (#বাইপেন) বাক্যটি এই ধরণের এক ঘটনায় গত সপ্তাহ ধরে টুইটার এবং ফেসবুকে আলোচিত এক হ্যাশটাগে পরিণত হয়।Soziale Medien werden oft als “wirkungsvolles Mittel, Leben zu verändern” betrachtet und der während der letzten Woche viel geteilte Hashtag #BuyPens (Kauft Kugelschreiber) auf Twitter und Facebook zeigt dies eindrucksvoll.
6এই প্রচারণা ছিল এক সিরীয় পিতাকে সাহায্য করার জন্য এক সম্মিলিত প্রয়াস। সম্প্রতি এক ছবিতে আত্তারকে বৈরুতে রাস্তায় কয়েকটি কলম বিক্রি করতে দেখা যায়।Die Kampagne ist eine Gemeinschaftsarbeit, um einem syrischen Flüchtling zu helfen, der kürzlich in Beirut im Libanon fotografiert wurde, als er eine handvoll Kugelschreiber verkaufte.
7আব্দুল হালিম আত্তার এর বাস ছিল দামেস্কের ইয়ারমুক-এর শরণার্থী শিবিরে, বর্তমানে সে বৈরুতে বাস করা এক ফিলিস্তিনি সিরীয় শরণার্থী।Abdul Halim Attar, ein palästinensischer Syrer aus dem Flüchtlingslager Jarmuk in Damaskus, ist einer von Millionen syrischen Flüchtlingen, die in den Libanon geflohen sind.
8সে হচ্ছে সেই সমস্ত লক্ষ লক্ষ শরণার্থীদের মধ্যে একজন যারা সিরিয়া থেকে পালিয়ে লেবাননে আশ্রয় নিয়েছে।Er ist ein alleinerziehender Vater mit zwei Kindern, Reem und Abdelillah.
9তার রীম এবং আব্দেলেইলাহ নামক দুই কন্যা রয়েছে, যাদের মা নেই।Syrischer Vater verkauft mit seiner schlafenden Tochter Kugelschreiber in den Straßen von Beirut.
10সিরীয় এক পিতা তার ঘুমন্ত কন্যাকে কাঁধে নিয়ে রাস্তা কলম বিক্রি করছে।Die Geschichte begann am 25.
11এই কাহিনীর শুরু ২৫ আগস্ট তারিখের করা এক টুইট থেকে, যখন গিসুর সিমোনারসেন (@গিসিসিম) নামক আইসল্যান্ডের এক একটিভিস্ট কলম বিক্রয়রত অবস্থায় আব্দুল হালিমের ছবি পোষ্ট করে, যে কলম বিক্রি করে তার দুই শিশুর জন্য অর্থ সংগ্রহ করছে।August als der isländischer Aktivist Gissur Simonarson ein Foto von Abdul Halim beim Verkaufen der Kullis teilte, um damit Geld für die beiden Kinder zu sammeln.
12এই ছবি প্রচণ্ড সহানুভূতি এবং সহমর্মিতা তৈরি করে, এদিকে এই পোস্টটি হাজার হাজার বার পুনরায় টুইট করা হয় এবং প্রিয় এক টুইটে তালিকায় উঠে আসে।Das Foto löste eine Flutwelle von Sympathie und Mitgefühl aus, mit mehreren tausend Retweets.
13আব্দুল হালিমকে উৎসর্গ করে শীঘ্রই সিমোনারসেন একটি টুইটার একাউন্ট খোলে যার নাম “কলম কিনি” (@বাই_পেন), এবং অনলাইন থেকে প্রাপ্ত অর্থ আত্তারকে প্রদান করার জন্য নিজে তাকে খুঁজে বের করে।Simonarson startete daraufhin schnell einen Twitter-Account für Abdul Halim, der @Buy_Pens heißt, und begann ihn zu suchen, um ihm die gesammelten Spenden zu übergeben.
141. Couple of things before I go to bed on #BuyPens project. I'm working on getting a trusted connection in Beirut to meet him, once that1. Einige Dinge noch zum #BuyPens Projekt, bevor ich nun zu Bett gehe.
15- Gissur Simonarson CN (@GissiSim) August 25, 2015 ১. কলম কিনি নামক প্রকল্পের জন্য বিছানায় ঘুমোতে যাওয়ার বেশ কয়েকটি কাজ সারার আছে।Ich arbeite daran, eine vertrauensvolle Verbindung nach Beirut zu finden, um ihn zu treffen.
16আত্তার এর সাথে যোগাযোগের জন্য বৈরুতে আমাকে বিশ্বস্থ এক সংযোগ খুঁজে বের করতে হবে।3. Um zu helfen, Geld für ihn zu sammeln und es an ihn zu übergeben.
17২. আর একবার যদি তাকে খুঁজে বের করতে পারি, তাহলে যাতে তার জন্য এক তহবিল গড়া যায় সবচেয়ে সেরা উপায়ে সেই প্রচেষ্টা করব, আর এর জন্য এমন এক একাউন্ট করা হবে যেখান থেকে সে নিজে টাকা উঠাতে পারব, যদি না তার জন্য উঠানো টাকা যাকে দেওয়া হবে আত্তার সেই ব্যক্তিকে খুঁজে না পায়, ৩.
18অথবা তার হাতে দেওয়া সম্ভব না হয়। আশা করি এই সকল পরিকল্পনা কাজ করবে এবং আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।Lasst uns hoffen, dass alles klappt und vielen Dank für die Unterstützung!
19শীঘ্রই সাংবাদিক এবং ব্লগাররা এই কাহিনী সম্বন্ধে জানতে পারে এবং ক্রমশ আরো অনেকের কাছে কলম কিনি নামক আন্দোলনের খবর পৌঁছে যায়।Reporter und Blogger hörten schnell von der Geschichte und immer mehr Menschen erfuhren von der #BuyPens-Bewegung.
20লেবাননফররিফিউজি (@লেব৪রিফিউজি) নামক এনজিওর প্রতিনিধি ক্যারোল মালুফ (@ক্যারোলমালুফ) সংগৃহীত অর্থ আব্দুল হালিমের হাতে দিয়ে দেওয়ার তার সাথে সাক্ষাতের উদ্যোগ গ্রহণ করেন।Carol Malouf, die die Nichtregierungsorganisation @leb4refugees vertritt, brach auf, um Abdul Halim zu treffen und ihm die Hilfe zu übergeben.
21শরণার্থী পিতা এবং তার কন্যার কলম বিক্রি করার ছবি কলম কিনি (#বাইপেন) নামক আন্দোলনে পরিণত হয় এবং এই আন্দোলনে হাজার ডলার সংগৃহীত হয়েছে।Dieses Foto eines Flüchtlings mit seiner schlafenden Tochter beim Verkauf von Kullis ist in eine #BuyPens Kampagne ausgebrochen und sorgt für Tausende von Spenden.
22প্রাথমিক ভাবে এই প্রচারণায় ১৫ দিনে অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫,০০০ মার্কিন ডলার।Die Kampagne zielte zunächst darauf ab, 5.000 US-Dollar innerhalb von 15 Tagen aufzutreiben.
23তবে মাত্র পাঁচ দিনে ৬,৩৭৫ জন ব্যক্তির অনুদানে এই উদ্যোগ ১৬৮,৮৮৪ মার্কিন ডলার সংগ্রহ করে ফেলেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নাগরিকেরা এই ঘটনায় অর্থ দান করেছে, এছাড়াও মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অন্য অনেক দেশ থেকে অর্থ সাহায্য এসেছে।Jedoch erreichte sie, dass innerhalb von nur 5 Tagen von 6.375 Menschen insgesamt 168.884 US-Dollar gespendet wurden, mit Spenden aus den Vereinigten Staaten, Großbritannien, Saudi-Arabien und den Vereinigten Arabischen Emiraten, außerdem aus anderen Ländern im Nahen Osten und Europa.
24প্রাপ্ত সংবাদ অনুসারে আব্দুল হালিম জানিয়েছে যে এই অর্থ সে কেবল তার সন্তানদের শিক্ষা এবং লালন পালনের জন্য ব্যয় করবে।Abdul Halim berichtete, dass er das gespendete Geld nutzen wird, um seine Kinder großzuziehen und auszubilden.
25যারা কলম কিনি নামক প্রকল্পে অবদান রাখতে চান, তাদের জন্য হাতে এখনো আট দিন রয়ে গেছে।Die Menschen, die noch gerne für das #BuyPens-Projekt spenden wollen, haben noch 7 Tage dafür Zeit.
26“নতুন এক জীবন শুরু করার জন্য আব্দুল হালিম এবং রীমকে সাহায্য করুন” নামক তহবিল সংগ্রহের প্রচারণা। ছবি ইন্ডিয়েগোগো-এর।“Helft Abdul Halim und Reem, ein neues Leben zu starten” lautet die Kampagne Foto: Indiegogo.