# | ben | deu |
---|
1 | ইউএনএফপি-এর ৭০০ কোটি মানব কার্যক্রম-এর অংশীদার হল গ্লোবাল ভয়েসেস | Global Voices geht Partnerschaft mit “7 Milliarden Aktionen” des UN-Bevölkerungsfonds ein |
2 | ২০১১ সালে বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি ছাড়িয়ে যাবে। | 2011 wird die Weltbevölkerung 7 Milliarden überschreiten. |
3 | এই ঐতিহাসিক ঘটনায় পদার্পণ-এর ক্ষেত্রে, জাতিসংঘের জনসংখ্যা তহবিল ( ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড) (ইউএনফপিএ) এই ঘটনাকে চিহ্নিত করার জন্য গ্লোবাল ভয়েসেস-কে দায়িত্ব দিয়েছে বেশ কিছু ধারাবাহিক পোস্ট লেখার। এতে একটি দল বা গ্রুপ পোস্ট লিখবে। | Um an diesen Meilenstein zu erinnern, wurde Global Voices vom UN-Bevölkerungsfonds (UNFPA) beauftragt, eine Reihe von Artikeln zu schreiben, die sich damit beschäftigen, wie eine Person oder eine Gruppe in einer Welt von 7 Milliarden einen Unterschied machen kann. |
4 | কি ভাবে ৭০০ কোটি মানুষের পৃথিবীতে একটি দল বা গ্রুপ এখনো এক পার্থক্য গড়ে দিতে পারে, সেই বিষয়ে পোস্ট লেখা উদযাপন করা হবে। | Die Geschichten, von Global-Voices-Autoren aus verschiedenen Ländern werden einen Teil der globalen Kampagne 7 Milliarden Aktionen darstellen. |
5 | গ্লোবাল ভয়েসেস-এর বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের লেখা কাহিনীগুলো, ৭ বিলিয়ন এ্যাকশান ( ৭০০ কোটি কার্যক্রম) নামক প্রচারণার অংশ হবে। | |
6 | এই প্রত্যেকটি কাহিনী লিঙ্গুয়া সাইটে জাতিসংঘের ব্যবহৃত আনুষ্ঠানিক ভাষা, ফরাসী, স্প্যানিশ, রুশ, চীনা এবং আরবীতে অনুবাদ করা হবে। | Jede Geschichte wird von Lingua in die UN-Sprachen Französisch, Spanisch, Russisch, Chinesisch und Arabisch übersetzt. |
7 | এখানে অনেক যে চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম, পৃথিবীর মানুষকে বাঁচিয়ে এবং স্বাস্থ্যবান রাখা। | Die Herausforderungen, die Menschen der Welt gesund und am Leben zu halten, sind vielfältig. |
8 | শ্রীলঙ্কার শিশু এবং বৃদ্ধ। ছবি ফ্লিকারের মাইকেল ফলির (সিসি বাই-এনসি-এনডি) | Jung und Alt in Sri Lanka von Michael Foley bei Flickr (CC BY-NC-ND) |
9 | বছর জুড়ে বিশ্ব উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে গ্লোবাল ভয়েসেস সে বিষয়ে সংবাদ প্রদান করে থাকে (এ বিষয়ে আমাদের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে প্রকাশিত বিশেষ সংবাদের পাতা দেখুন)। | Global Voices berichtet das ganze Jahr über die Herausforderungen der globalen Entwicklung (Siehe unsere Sonderberichterstattung über die Millenniumsentwicklungsziele), aber in dieser Reihe, freuen wir uns darauf, etwas anderes zu versuchen. |
10 | কিন্তু এই ধারাবাহিক লেখাগুলোতে আমরা খানিকটা ভিন্ন কিছু করার চেষ্টা করছি। | Wir feiern die positiven Initiativen von Einzelnen und Organisationen mit kurzen Porträts, die Handlungen anderswo inspirieren können. |
11 | আমরা ব্যাক্তি এবং দলের সংক্ষিপ্ত পরিচয় সহ তাদের ইতিবাচক উদ্যোগ যা অন্য কোন এলাকার কর্মকাণ্ডকে উদ্দীপ্ত করবে, তা উদযাপন করব। | |
12 | নারী অধিকার, শিক্ষা, টেকসই নগর উন্নয়ন, এই সব বিষয়ে যে সব সমস্যা রয়েছে, তার আশু সমাধান এবং নাগরিকদের পরিষ্কারভাবে তার অংশীদার হওয়া প্রয়োজন। | Frauenrechte, Bildung, nachhaltige städtische Entwicklung und Umwelt - dies alles sind Themen, die dringend Lösungen brauchen, von denen die Bürger selbst ein Teil sein müssen. |
13 | এই ঘটনার উপর যারা লিখবে, আমাদের সেই সব লেখকরা মালাউয়ি, মিশর, লেবানন, জিম্বাবুয়ে, কিউবা, ব্রাজিল এবং আর অনেক দেশে বাস করে। | Unsere Autoren für diese Serie sind aus Malawi, Ägypten, Libanon, Simbabwe, Kuba, Brasilien und vielen anderen Ländern. |
14 | তারা সম্মিলিত ভাবে এক ডজনের বেশ ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে। | Sie sprechen mehr als ein Dutzend Sprachen. |
15 | তাদের লেখা আর অনুবাদের মাধ্যমে আশা করি যে, আমরা আপনাদের নতুন অনেক ব্যক্তি, চিন্তা এবং কাহিনীকে আপনাদের সামনে তুলে ধরতে পারব, যা আপনি অন্য কোথাও শুনতে পাবেন না। | Durch ihre Artikel und die Übersetzungen hoffen wir, euch viele neue Menschen, Ideen und Geschichten vorzustellen, die man sonst nirgends hört! |
16 | এই প্রচারনার সাথে যুক্ত হবার জন্য ৭০০ কোটি জনসংখ্যা কার্যক্রমের পাতা দেখুন। | Besucht 7 Milliarden Aktionen um euch für die Kampagne zu engagieren. |
17 | জনসংখ্যা বিষয়ক যে চ্যালেঞ্জ সামনে আসছে সেই বিষয়ে ইউএনফপি-এর স্লাইড শো দেখুন। | Seht euch eine Diashow des UN-Bevölkerungsfonds über die Herausforderungen, die vor uns liegen, an. |