Sentence alignment for gv-ben-20150617-49170.xml (html) - gv-deu-20150614-30031.xml (html)

#bendeu
1ইকুয়েডোরের সারাইয়াকু জনগোষ্ঠীর কাছে পানিই জীবনFür die Bewohner von Sarayaku in Ecuador ist Wasser Leben
2সারাইয়াকু ভিডিওর এক মহরত অনুষ্ঠানে এক ফোরামের আমন্ত্রণ পত্রEinladung zu einer Uraufführung der Videos aus Sarayaku.
3সারাইয়াকুর কিচোয়া জনগোষ্ঠীর নাগরিকদের তাদের এলাকার তেল, গ্যাস এবং খনিজ সম্পদ আরোহণের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে এক এক উত্তমরূপে নথিবদ্ধ করা লড়াই চালিয়ে গেছে, যা ইকুয়েডোরের আমাজান এলাকার দক্ষিণের মধ্যাঞ্চলে অবস্থিত।Die Kichwa (Sammelbezeichnung für diejenigen, deren Muttersprache Kichwa ist) der Ortschaft Sarayaku im südlich zentralen ecuadorianischen Amazonasgebiet führen seit Langem einen Kampf gegen die Gewinnung von Öl, Gas und Mineralien auf ihrem Gebiet und haben diesen auch gut dokumentiert.
4নিজেদের ভূমির রক্ষায়, সারাইয়াকু সম্প্রদায় সেখানে খনি খননের বিরোধিতার বিষয়ে তাদের কাহিনী তুলে ধরার জন্য ডিজিটাল মিডিয়ার সাহায্য গ্রহণ করেছে।Zur Verteidigung ihrer Ländereien hat die Gemeinde von Sarayaku auf digitale Medien zurückgegriffen, um ihre Geschichte des Widerstands gegen Bohrungen zu erzählen.
5এই সম্প্রদায়ের সাথে অন্যতম সহযোগী পুরস্কার প্রাপ্ত তথ্যচিত্র “ জাগুয়ারের শিশুরা, তাদের এই প্রতিরোধের এক ঝলক তুলে ধরছে।In Koproduktion mit der Gemeinschaft bietet die preisgekrönte Dokumentation “Kinder des Jaguars” einen Einblick in diesen Widerstand.
6এই তথ্যচিত্রের সাফল্য নতুন প্রজন্মের একদল আদিবাসী চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করেছে তাদের নিজেদের চলচ্চিত্র নির্মাণে।Der Erfolg der Dokumentation hat eine neue Generation indigener Filmemacher inspiriert, ihre eigenen Filme zu produzieren.
7চলচ্চিত্র নির্মাতা এরিব্রের্তো গুয়ালিঙ্গা তাদের এলাকার এ রকম এক নেতা, তিনি তার ইউটিউব চ্যানেলে বেশ কিছু স্বল্প দৈর্ঘ্য ভিডিও আপলোড করেছে।Der Filmemacher Eriberto Gualinga ist auf diesem Gebiet führend und hat eine Reihe von Kurzfilmen auf seinem YouTube-Kanal hochgeladen.
8ভিডিও ছাড়াও সম্প্রদায়টি একটি ওয়েবসাইট স্থাপন করেছে এবং তারা স্যোশাল মিডিয়ার চ্যানেল যেমন টুইটার (@সারাইয়াকু_লিব্রে) এবং ফেসবুকে অত্যন্ত সক্রিয়, যা তাদের সমর্থকদের সংস্পর্শে থাকার সুযোগ করে দেয় এবং কোন নতুন ঘটনার সংবাদ সরাসরি প্রদানের সুযোগ করে দেয়। এই তথ্যচিত্রের সাফল্য নতুন প্রজন্মের একদল আদিবাসী চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করেছে তাদের নিজেদের চলচ্চিত্র নির্মাণে।Zusätzlich zu den Videos hat die Gemeinde eine Webseite eingerichtet und nutzt sehr aktiv Kanäle sozialer Medien wie Twitter (@Sarayaku_Libre) und Facebook, was es ihnen erlaubt, in einen direkten Kontakt mit ihren Unterstützern zu treten und zeitnah über neue Entwicklungen zu berichten.
9চলচ্চিত্র নির্মাতা এরিব্রের্তো গুয়ালিঙ্গা তাদের এলাকার এ রকম এক নেতা, তিনি তার ইউটিউব চ্যানেলে বেশ কিছু স্বল্প দৈর্ঘ্য ভিডিও আপলোড করেছে। ভিডিও ছাড়াও সম্প্রদায়টি একটি ওয়েবসাইট স্থাপন করেছে এবং তারা স্যোশাল মিডিয়ার চ্যানেল যেমন টুইটার (@সারাইয়াকু_লিব্রে) এবং ফেসবুকে অত্যন্ত সক্রিয়, যা তাদের সমর্থকদের সংস্পর্শে থাকার সুযোগ করে দেয় এবং কোন নতুন ঘটনার সংবাদ সরাসরি প্রদানের সুযোগ করে দেয়।Obwohl 2012 der Interamerikanischer Gerichtshof für Menschenrechte ein Urteil im Sinne der Sarayaku-Gemeinde gefällt und damit festgelegt hatte, dass die ecuadorianische Regierung betroffene Gemeinden vor der Unterzeichnung eines Vertrags zur Erschließung von Bodenschätzen oder Bohrungen zu konsultieren habe, sehen sich die Bewohner von Sarayaku weiterhin einem großen Druck ausgesetzt.
10যখন ইন্টার-আমেরিকান কোর্ট অফ হিউম্যান রাইটস (আইএএইচআর) ২০১২ সালে সারাইয়াকু সম্প্রদায়ের পক্ষে রায় প্রদান করে , কোর্ট বিবৃতি প্রদান করে যে ইকুয়েডোর সরকার কোন সম্পদ অনুসন্ধান বা খনন বিষয়ক চুক্তি করার আগে সরকারকে আক্রান্ত সম্প্রদায়ের সাথে আলোচনা করতে হবে, সারাইয়াকুর লোকজন এখনো তাদের উপর এই চাপ অনুভব করছে ।
11অংশগ্রহণমূলক ভিডিও টুলসের কতটা ব্যবহার করা যায় তা আবিস্কারের এক ক্রমাগত যাত্রায়, সারাইয়াকু সম্প্রদায় এল চুয়োরো কালেকটিভ-এর সাথে এক অংশীদারিত্বে যুক্ত হয়েছে, যাতে সম্প্রদায়ের তরুণদের পাশাপাশি আশেপাশের সম্প্রদায়ের আদিবাসী নাগরিকদের প্রশিক্ষন প্রদান করা যায়, কি ভাবে ডিজিটাল ভিডিও তৈরী করা যায়, যা তাদের বাস্তব অবস্থা ধারণ করবে এবং নিজেদের চারপাশের যে সমস্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে সে সব সংরক্ষণের জন্য তাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করবে।Um die verschiedenen Nutzungsmöglichkeiten partizipativer Video-Tools kennenzulernen, arbeitet die Sarayaku-Gemeinde mit dem El Churo Collective zusammen, um junge Menschen der Gemeinde wie auch indigene Gemeinschaften der Nachbarschaft in der Erstellung von Videos auszubilden, die ihren Lebensalltag wiedergeben. Die Trainings dienen auch dazu, die Teilnehmer darin zu bestärken, sich weiterhin für ihre natürliche Umgebung einzusetzen.
12এই প্রকল্প রাইজিং ভয়েসেস-এর প্রকল্প আমাজোনিয়া উদ্যোগ-এর এক অংশ হিসেবে ২০১৪ সালের রাইজিং ভয়েসেস-এর অনুদান লাভ করেছিল।Das Projekt wurde 2014 im Rahmen der Initiative “Rising Voices Amazonia” durch das Global Voices-Projekt Rising Voices gefördert.
13এই প্রকল্পের প্রথম ভিডিওতে ধারাভাষ্যকার কিচোয়া ভাষায় বলছেন সারাইয়াকু জনগোষ্ঠীর জন্য পানি কতটা গুরুত্বপূর্ণ।In dem ersten Video des Projekts erzählt ein Sprecher auf Kichwa von der Bedeutung des Wassers für die Bewohner von Sarayaku.
14আমারা নামক সাবটাইটেল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে, এখন এই ভিডিও ইংরেজি সাব টাইটেলে পাওয়া যাচ্ছে এবং অন্য ভাষায় সাব টাইটেল যোগ করার জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।Dank Amara, einer Plattform zur Erstellung von Untertiteln, ist das Video jetzt auch mit englischen Untertiteln verfügbar und kann in weiteren Sprachen untertitelt werden.
15কুইটো এবং সারাইয়াকুর বিভিন্ন অনুষ্ঠানে এই ভিডিও প্রদর্শন করা হয়েছে, পাশাপাশি তাদের মাঝ থেকে উঠে আসা এই বিষয়টি নিয়ে এক আলোচনা এবং বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।Diese Videos wurden bei verschiedenen Veranstaltungen in Quito und Sarayaku ausgestrahlt und in anschließenden Diskussionsrunden wurden die Themen, die sie aufwerfen, debattiert.
16আগামী কয়েক সপ্তাহ ধরে পর্যায়ক্রমে আমরা এই প্রকল্পের আরো কয়েকটি ভিডিও তুলে ধরব।In den nächsten Wochen werden wir weitere Videos des Projekts vorstellen.