# | ben | deu |
---|
1 | উগান্ডাঃ নোডিং রোগ শিশুদের ভবিষ্যৎকে রুদ্ধ করছে | Uganda: Nick-Krankheit beraubt Kinder ihrer Zukunft |
2 | নোডিং রোগ ১ থেকে ১০ বছর বয়সী শিশুদের মানসিক ও শারীরিক অক্ষমতার একটি রোগ। | Alle Links in diesem Artikel führen, soweit nicht anders gekennzeichnet, zu englischsprachigen Webseiten. |
3 | এটি বর্তমানে দক্ষিণ সুদান, তানজানিয়া ও উগান্ডার উত্তরাঞ্চলের কিছু এলাকায় দেখা দিয়েছে। | Die Nick-Krankheit [de] ist eine Erkrankung, die zu geistigen und körperlichen Behinderungen führt und Kinder im Alter von 1 bis 10 Jahren befällt. |
4 | এ রোগটি এখন পর্যন্ত অনিরাময়যোগ্য এবং এর কারণ অজানা। | Sie ist zurzeit auf kleine Gebiete im Südsudan, in Tansania und Norduganda beschränkt. |
5 | সম্প্রতি, কিছু বৃদ্ধের উপর এর চিহ্ন দেখা গেছে। | Die Krankheit ist derzeit unheilbar und ihre Ursachen sind unbekannt. |
6 | এই রোগগ্রস্ত অঞ্চলগুলো মূলত দেশটির উত্তরাঞ্চলে। | Kürzlich zeigten auch einige alte Menschen Symptome der Krankheit. |
7 | এই রোগ হলে শিশুরা নিজেরদের জন্য উৎপাদনক্ষমতাসম্পন্ন হতে পারে না, যেমন মেয়েদের ক্ষেত্রে খাবার বানানোর জন্য ছুরি ধরা, এবং ছেলেদের ক্ষেত্রে বীজ বপনের জন্য কোদাল ধরতে অক্ষম হওয়া। | Die betroffenen Gebiete befinden sich vor allem im Norden des Landes. Die Krankheit beraubt Kinder ihrer Chance, aktiv zu sein - wie (im Falle der Mädchen) der Fähigkeit, ein Messer zu halten, um eine Mahlzeit zuzubereiten oder (im Falle der Jungen) der Fähigkeit, eine Hacke zu halten, um zu säen. |
8 | একজন ১৮ বছরের তরুণকে ৩ বছরের বালকের মত দেখাতে পারে এবং ধরে নিয়ে যাওয়া ও শরীরে তাপ দিতে হতে পারে। | Ein 18-jähriger Mann kann wie ein 3-jähriger Junge aussehen und darauf angewiesen sein, herumgetragen und gehalten zu werden, um ihn einigermaßen warmzuhalten. |
9 | এই রোগের প্রথম লক্ষণ হল ক্রমাগত মাথা ঝিমঝিম করা, খেতে ও পান করতে অক্ষম হওয়া। | Die ersten Symptome dieser Krankheit sind andauerndes Kopfnicken und das Unvermögen, zu essen und zu trinken. |
10 | পরে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অক্ষম হয়ে পড়ে। | Zu einem späteren Zeitpunkt bleibt das Kind körperlich und geistig im Wachstum zurück. |
11 | এক উগান্ডান সাংবাদিক, ফ্লোরেন্স নালুইম্বা, এই ব্যাপারটিকে প্রকাশ করার জন্য প্রথম পদক্ষেপ ও অনুসন্ধান চালিয়েছেন। | Eine ugandische Journalistin, Florence Naluyimba, hat den ersten Schritt getan und Nachforschungen angestellt, um das Thema an die Öffentlichkeit zu bringen. |
12 | তিনি বলেন যদিও সরকার ৩টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ করে দুর্গতদের সাহায্য করার চেষ্টা করছে, তাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর জন্য পায়ে হেঁটে বা সাইকেলে অনেক পথ পাড়ি দিতে হয়। | Sie sagt, dass die Regierung zwar versuche, die Betroffenen in 3 Ärztezentren mit Medikamenten zu versorgen, sie aber lange Strecken zu Fuß oder auf dem Fahrrad zuücklegen müssten, um die Ärztezentren zu erreichen. |
13 | অসুস্থরা নিজেরা যেতে পারে না এবং তাদেরকে সাইকেলের পিছনে চড়িয়ে ৩০ কিমিরও বেশি পথ পাড়ি দিতে হয়। | Die Kranken können die Krankenhäuser nicht alleine aufsuchen, sondern müssen auf dem Rücken getragen werden oder mehr als 30 km auf dem Gepäckträger eines Fahrrads sitzen. |
14 | এই রোগটি সাধারণত মস্তিষ্ক বিকৃতির দিকে নিয়ে যায় এবং মাঝে মাঝে তাদেরকে আগুনে পোড়া, কেটে যাওয়া বা পুকুর/নদীতে পড়ে যেতে দেখা যায়, যা তাদেরকে মৃত্যু বা মারাত্মক ক্ষতির দিকে ঠেলে দেয়। | Die Krankheit verursacht gewöhnlich Anfälle, sodass die Betroffenen gelegentlich ins Feuer, in scharfe Gegenstände oder Teiche/Flüsse fallen, was entweder zum Tode oder zu ernsthaften Verletzungen führt. |
15 | অনেক শিশুই এরকম দুর্ঘটনায় আঙুলের মত শরীরের বিভিন্ন অংশ হারিয়েছে। | Viele Kinder haben durch derartige Unfälle Körperteile (wie zum Beispiel Finger) verloren. |
16 | এরকম হলে ভুক্তভোগী অত্যন্ত দুর্বল হয়ে চিৎকার করে। | Es fügt sich, dass die Betroffenen oft sogar zu schwach sind, um zu weinen. |
17 | সরকারী রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এই রোগের অন্যতম কারণ হিসেবে কালো মাছিকে চিহ্নিত করে তা নিধনের জন্য স্প্রে করার পরিকল্পনা করেছে। | Das Center for Disease Control [dt. die Seuchenschutzbehörde] beabsichtigt, schwarze Fliegen, von denen man annimmt, dass sie die Hauptursache der Krankheit sind, gezielt aus der Luft zu besprühen. |
18 | এটি সহায়ক হবে কিনা তা পরিষ্কার নয়। | Es ist nicht klar, ob dies Abhilfe schaffen wird oder nicht. |
19 | উগান্ডান গ্রামবাসীদের অভিযোগ যে নমুনা ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা এর নিরাময় ও কারণ সম্পর্কিত কোন তথ্য পায় নি। | Ugandische Dorfbewohner beschweren sich, dass seit 2010 Proben in die USA geschickt wurden, sie aber seitdem noch keine zuverlässigen Informationen über Heilung und Ursache erhalten haben. |
20 | নিচে এই রোগ সংক্রান্ত কিছু ছবি ও ইউটিউব ভিডিও রয়েছে। | Hier sind einige Bilder und YouTube-Videos über die Krankheit. |
21 | নোডিং রোগের প্রাথমিক অবস্থা। ugandaradionetwork.com-এর সৌজন্যে | Nick-Krankheit in der Frühphase. Foto mit freundlicher Genehmigung von ugandaradionetwork.com |
22 | মস্তিষ্ক বিকৃতির সময় আগুনে পুড়ে যাওয়ার পর আহত একটি শিশুর মুখ। | Ein Kind mit Verletzungen im Gesicht, nachdem es während eines Anfalls ins Feuer fiel. |
23 | 256news.com-এর সৌজন্যে | Foto mit freundlicher Genehmigung von 256news.com |