# | ben | deu |
---|
1 | মালি: স্থানীয় ব্লগমণ্ডলের নীরবতা | Mali: Schweigen der einheimischen Blogosphäre |
2 | মালির জনগণ নির্বাচনের জন্যে প্রস্তুতি নেয়ার সময় তাদের অজ্ঞাতসারেই তারা একটি ২১শে মার্চ, ২০১২ তারিখে সামরিক অভ্যূত্থানের এবং উত্তর মালির বিচ্ছিন্নতার হুমকির সম্মুখীন হয়। | Während sich die Bevölkerung Malis auf die Wahlen vorbereitete, wurde sie am 21. März 2012 von einem Militärputsch [en] und der Drohung der Abspaltung Nordmalis, überrascht. |
3 | অভ্যুত্থানের সময় প্রধান প্রধান প্রার্থীরা তাদের ফেসবুক পৃষ্ঠাসহ তাদের টুইটার এবং গুগুল+ অ্যাকাউন্ট, আর নাগরিকরা তাদের ব্লগ আপডেট করছিলেন এবং টুইটে শান দিচ্ছিলেন। | Zum Zeitpunkt des Putsches richteten die Hauptkandidaten ihre Konten bei Twitter und Google+ sowie ihre Facebook-Seiten her, während die Bürger ihre Blogs aktualisierten und Tweets verfeinerten. |
4 | সংবাদ থেকে উত্তর বিছিন্ন এবং বিদ্যুৎ বঞ্চিত হলেও সন্তর্পণে সেগুলো দক্ষিণে এলে ইন্টারনেট এখানকার অধিবাসীদের সংগঠিত হওয়ার সুযোগ করে দেয়। | Während Nachrichten aus dem Norden, der von der Stromversorgung abgeschnitten ist, nur spärlich durchsickern, erlaubt das Internet im Süden Mobilisierung. |
5 | মালিতে অধিবৃত্তাকৃতি ডিশ, টুইটারের @ম্বোকোনিকো'র মাধ্যমে | Parabolschüssel in Mali via @Mbokoniko bei Twitter |
6 | লেখার সময় ‘কলেক্তিফ দেস রিসোর্তাসোঁ দ্যু নর্দ' (উত্তরে নাগরিকদের সম্মিলনী) অথবা কোরেন [সিওআরইএন]-এর ফেসবুক গ্রুপে সদস্যসংখ্যা ৩০৩. | Das “Collectif des Ressortissants du Nord” (Das Kollektiv der Bürger des Nordens), auch COREN genannt, hat zum Zeitpunkt des Verfassens 303 Mitglieder in seiner Facebookgruppe. |
7 | গত কয়েক সপ্তাহ ধরে, বিশেষ করে সংহতি প্রদর্শনসহ আসন্ন ঘটনাগুলো বর্ণনা করার জন্যে ব্যবহৃত পৃষ্ঠাটির মাধ্যমে, কোরেন গোটা এলাকা জুড়ে মালির জনগণকে সংগঠিত করেছে - যেমন এটি দলের সদস্য উমর মাইগার নিচের স্ট্যাটাস আপডেটটি দেখাচ্ছে: | Über die letzten Wochen hat COREN die Bevölkerung Malis im ganzen Gebiet mobilisiert und dabei die Seite überwiegend benutzt, um bevorstehende Veranstaltungen anzukündigen und Solidarität zu demonstrieren, wie das Statusupdate des Mitglieds Oumar Maigar zeigt: |
8 | ঐক্য প্রদর্শনের জন্যে আপনার প্রোফাইল ছবি হিসেবে মালির পতাকা ব্যবহার করুন | Benutze die Flagge Malis als dein Profilbild, um die Einheit zu unterstützen |
9 | ব্লগ, টুইট এবং অন্যান্য দেশ থেকে আসা ভিডিও দিয়ে ইন্টারনেট প্লাবিত হয়ে গেলেও মালির ইন্টারনেট ব্যবহারকারীরা নীরব রয়েছেন। | Während das Internet mit Blogs, Tweets und Videos aus anderen Ländern überschwemmt wird, bleiben malische Internetbenutzer stumm. |
10 | রাজধানী বামাকো মারাত্মক বিদ্যুৎ বিচ্ছিন্নতা চলছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্যে প্রয়োজনীয় জ্বালানীর অভাবে। | Die Hauptstadt Bamako ist immer noch von schweren Stromausfällen betroffen, weil der Treibstoff für die Kraftwerke ausgeht. |
11 | এই পরিস্থিতিতে বার্তা পাঠানোর চেয়ে উত্তরের নতুন নেতাদের সম্পর্কে তথ্য খুঁজে বের করা বেশি জরুরী। | Unter diesen Bedingungen ist es wichtiger, Informationen über die neue Führung im Norden zu finden, als selbst Nachrichten zu verschicken. |
12 | তুয়ারেগদের পরিচালিত এমএনএলএ হিসেবে পরিচিত লিবারেশন, আজাওয়াদ জাতীয় স্বাধীনতা আন্দোলন-এর ওয়েবসাইটটি এক সপ্তাহ ধরে অফলাইন হয়ে রয়েছে। | Die Website der tuareggeführten „Nationalen Bewegung für die Befreiung des Azawad“, bekannt als MNLA, ist eine Woche offline gewesen. |
13 | (উল্লেখ্য: ১০/০৪/২০১২ পর্যন্ত সাইটটি আবার চালু হয়েছে)। | (Anmerkung: Seit dem 10.04.2012 ist die Seite wieder erreichbar.) |
14 | তবে আন্দোলনটি এর ইউটিউব একাউন্ট আজাওয়াদ১৭জানভি২০১২ -তে [ফরাসী] ভিডিও পোস্ট করা অব্যহত রেখেছে। | Dennoch veröffentlicht die Bewegung weiterhin Videos über ihr Youtube-Konto, Azawad17janv2012 [fr]. |
15 | এমএনএলএ স্বাধীনতার ঘোষণা করার জন্যে ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স২৪-কে বেছে নিয়েছে। | Die MNLA entschloss sich, ihre Unabhängigkeitserklärung auf dem französischen Fernsehkanal France 24 zu machen. |
16 | ঘোষণাটি মালির জনগণকে ধাক্কা দিয়েছে যেকারণে তারা টুইটারে নিচেরগুলোর মতো ইন্টারনেটে তাদের ক্ষোভ এবং ব্যাঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে দিচ্ছে: | Die Erklärung schockierte Malier, die daraufhin Wut- und Spottbemerkungen, wie die Folgende auf Twitter, im Internet verbreiteten: |
17 | এমএনএলএ'র দলীয় প্রচারণা হলে, সেক্ষেত্রে মিডিয়ার পৃথিবীর সব বিচ্ছিন্নতাবাদীদের তাদের টিভি চ্যানেলগুলোতে আমন্ত্রণ উচিৎ। | MNLA Propaganda, die Medien sollten in diesem Fall alle Separatisten der Welt in ihre Fernsehkanäle einladen. |
18 | তাহলে তো ট্রাফিক জ্যাম লেগে যাবে। | Das gäbe einen Stau. |
19 | কিন্তু প্রদর্শনীটি কেড়ে নিয়েছে ইসলামী আন্দোলন আনসার দাইন -এর যা তিম্বাকতু শহরের দখলের দৃশ্যগুলো। | Was jedoch was die Schau stahl, waren Bilder der islamistischen Bewegung Ansar Dine, die die Stadt Timbuktu eingenommen hat. |
20 | এএফপি-টেলি'র তোলা ছবিগুলো এখন পর্যন্ত ৭,২০০ জন দেখেছে এবং তা বামাকোর রাস্তায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। | Die Bilder, von AFP-Télé aufgenommen, wurden bisher 7.200 Mal angeschaut und in den Straßen Bamakos weithin diskutiert. |
21 | [ফরাসী] | [fr] |
22 | উত্তর মালির পরিস্থিতিতে বিশৃঙ্খলার রাজত্ব বিরাজ করলেও কিছু কিছু মানুষ এটা থেকে মুনাফা লাভের একটি উপায় খুঁজে বের করেছে, ব্যবহারকারী @ফ্ল্যাগসঅনলাইন-এর এই টুইটটি যেমন দেখাচ্ছে: | Während Chaos die Situation im Norden Malis dominiert, ist es doch einigen Personen gelungen, daraus zu profitieren, wie dieser Tweet des Users @flagsonline beweist: |
23 | @ফ্ল্যাগসঅনলাইন ২০% মূল্যহ্রাসকৃত আজাওয়াদ পতাকা, ভাউচার সংকেত: এজেড১২৫১১৫ এখুনি কিনুন! | @flagsonline Azawad-Flaggen heruntergesetzt, 20% weniger, Gutschein-Kode: az125115 Jetzt kaufen! |
24 | #আজাওয়াদ #পতাকা #ভেক্সিলোলোজি | #azawad #Flagge #Flaggenkunde |