Sentence alignment for gv-ben-20120317-23405.xml (html) - gv-deu-20120313-7215.xml (html)

#bendeu
1ভিডিওঃ আপনার চ্যালেঞ্জকে প্রদর্শন করুন এবং প্রতিযোগিতায় একটি আই প্যাড২ জিতুনVideo: Berichte über deine Herausforderungen und gewinne ein iPad beim ‘Future Challenges’-Wettbewerb
2সারা বিশ্বের নাগরিকরা যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হয় ব্রেটেলসমান ফাউন্ডেশন-এর ফিউচার চ্যালেঞ্জ নামক উদ্যোগ সে সবের সমন্ধে শুনতে চায়।Die FutureChallenges-Initiative [en] der Bertelsmannstiftung möchte mehr über die Herausforderungen der Menschen weltweit in Erfahrung bringen.
3এই বিষয়ে একটি ভিডিও তৈরি করে এবং সেটাকে তাদের ফেসবুকের পাতায় আপলোড করে, আপনি একটি আইপ্যাড২ জিততে পারেন।Indem du selber ein Video erstellst und es auf der Bertelsmann-Facebookseite hochlädst, kannst du zudem ein neues iPad2 gewinnen [en].
4ফিউচার চ্যালেঞ্জ , বৈশ্বিক যে সমস্ত ভিন্ন ধারার আলোচিত বিষয় আঞ্চলিক প্রেক্ষাপটে একে অন্যের সাথে সম্পৃক্ত সে গুলো খুঁজে বের করার উপর মনোযোগ প্রদান করে।Future Challenges [en] konzentriert sich mit ihrer Initiative auf die Frage, in welcher Art und Weise globale Trends in verschiedenen regionalen Zusammenhängen miteinander vernetzt sind.
5বিশ্বের রাষ্ট্রমসুহের মধ্যে থেকে প্রবন্ধ এবং স্থানীয় দৃষ্টিভঙ্গির মাধ্যমে, লেখকরা মনোযোগ প্রদান করে যে কি ভাবে পরিবেশ পরিবর্তন, জনসংখ্যা গত পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের উৎসসমূহ এবং জীববৈচিত্র্য, স্বাস্থ্য, নিরাপত্তা ও সন্ত্রাসবাদ/ প্রতিরোধ নীতি, শিক্ষা, বিশ্বায়ন, অভিবাসন, নতুন শাসন এবং প্রযুক্তি একে অন্যকে প্রভাবিত করে এবং সম্প্রদায়ের উপর প্রভাব সৃষ্টি করে।Mit Hilfe von Artikeln und den lokalen Ansichten [en] aus Ländern der ganzen Welt wird so über eine Vielzahl von Themen berichtet, die sich gegenseitig und auch die jeweiligen Gemeinden beeinflussen, u.a. Klimawandel, demografischer Wandel, natürliche Ressourcen und Biodiversität, Gesundheit, Sicherheit und Anti-/Terrorpolitik, Bildung, Globalisierung, Migration, neue Regierungsformen und Technologien.
6প্রতিযোগিতার নিয়মাবলি এবং শর্ত :Auszug aus den Bedingungen [en]:
7ফেসবুকে ফিউচার চ্যালেঞ্জ -এর প্রচারণা থেকে জানা যাচ্ছে, ভবিষ্যত পৃথিবী কি চ্যালেঞ্জ বয়ে আনবে, ‘ফিউচার চ্যালেঞ্জ' আগ্রহী নাগরিকদের সে বিষয়ে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ প্রদান করে।Mit ihrer ‘FutureChallenger'-Facebookkampagne möchte FutureChallenges interessierten Menschen die Möglichkeit geben ihre Ansichten darüber zu präsentieren, welche Herausforderungen die Zukunft mit sich bringen wird.
8এই উদ্দেশ্যে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা যাত্রা শুরু করে যাতে ভিন্ন ভিন্ন সংস্কৃতির এবং পেশার মানুষদের একটি শক্তিশালী ভিডিও উপস্থাপন করার সুযোগ প্রদান করা যায়, যে সমস্ত ভিডিও, তারা যে বিষয়টিকে শক্তিশালী ভাবে অনুভব করে সেই বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সাহায্য করবে।Der internationale Wettbewerb vertritt das Ziel, möglichst vielen Menschen mit unterschiedlichen kulturellen und akademischen Hintergründen die Chance zu geben, ein ausdrucksstarkes Video zu veröffentlichen, das Aufmerksamkeit für ihr Anliegen erregt. Der Abgabeschluss für die Videos ist der 22.
9এই প্রতিযোগিতায় ভিডিও জমা দেবার শেষ তারিখ ২২ মার্চ, বাছাই করা কিছু ভিডিওর মধ্যে থেকে ভোটের মাধ্যমে বিজয়ীকে নির্বাচিত করা হবে।März. Anschließend wird die Abstimmung für das Gewinnervideo beginnen.
10জহ কোরেয়া, ব্রাজিলের একটি ব্যান্ড দল কোয়েরার গায়িক যে কিনা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা এই সাবটাইটেল ভিডিওটি প্রদান করেছে:Joh Correia, Sängerin der brasilianischen Band Quero, äußert ihre zukünftige Herausforderung in diesem Video mit Untertiteln [en]:
11মরোক্কোর আদনানে আদিউয়ু বিশ্বাস করে যে নাগরিকদের এই সব বিষয়ের প্রতি যত্ন নেওয়া এবং দায়িত্বশীল বানানোই হচ্ছে একটা চ্যালেঞ্জ:Adnane Addioui [en] aus Marokko glaubt, dass das Gewinnen von Aufmerksamkeit der Menschen für verschiedene Themen sowie deren Annahme von Verantwortung eine große Herausforderung sein wird:
12নেদারল্যান্ডের র‍্যাপার পার টাই ফুন বিশ্বাস করে যে গোপনীয়তা এবং অনলাইনের আমাদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে একটা চ্যালেঞ্জ:Der niederländische Rapper Ty Phoon [en] glaubt, dass Privatsphäre und die Kontrolle über unseren ‘Onlinefußabdruck' eine Herausforderung ist:
13আপনি কোনটিকে ভবিষ্যতের চ্যালেঞ্জ বলে কি মনে?Was sind deiner Meinung nach die Herausforderungen der Zukunft?
14তাহলে একটা ভিডিও তৈরি করুন এবং সেটিকে ফিউচার চ্যালেঞ্জের ফেসবুকের পাতায় জমা দিন, আর একটি আইপ্যাড২! জিতে নিন।Erstelle ein Video und lade es hoch auf der Future Challenges-Facebookseite [en] und gewinne ein iPad2!