# | ben | deu |
---|
1 | বুলগেরিয়াতে ইজরায়েলি পর্যটক বাসে আক্রমণ | Angriff auf israelischen Touristenbus in Bulgarien |
2 | বুলগেরিয়ার বুরগাস বিমানবন্দরে পর্যটক বাসে ইজরায়েলি যুবকদের উপর আক্রমণে কমপক্ষে সাত জন নিহত। | Mindestens sieben Menschen starben in einem Angriff auf israelische Jugendliche [en] in einem Reisebus am Flughafen Burgus in Bulgarien. |
3 | প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে সম্ভবত বাসের কাছে থাকা অথবা বাসে উঠে কোন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণটি পরিচালনা করেছিল। | Berichte behaupteten, dass der Angriff wahrscheinlich von einem Selbstmordattentäter durchgeführt wurde, der entweder in der Nähe des Busses oder darin war. |
4 | এনআরজি'র ভাষ্যমতে একজন মহিলা আত্মঘাতী বোমা হামলাকারী বাসের সামনে দাঁড়িয়ে বোমাটি সক্রিয় করেছিল। | Laut nrg [he], stand eine Selbstmordattentäterin in der Nähe der Vorderseite eines der Busse und brachte die Bombe zur Explosion. |
5 | সর্বশেষ: @বারাকরাভিদ: | UPDATE: @BarakRavid: |
6 | বুলগেরিয়ার পররাস্ট্রমন্ত্রী (ইজরায়েলি) পররাস্ট্রমন্ত্রী লিবারম্যানকে বলেছেন তদন্তে জানা গিয়েছে বাসের মধ্যে ট্রাংকে লুকানো একটি বোমা বিস্ফোরণটি ঘটিয়েছে। | Der bulgarische Außenminister sprach mit dem [israelischen] Außenminister Liberman und erzählte ihm, dass die Untersuchung ergab, dass die Explosion durch eine Bombe verursacht wurde, die im Kofferraum des Busses versteckt war. |
7 | ইস্রায়েলি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু বলেছেন যে “সমস্ত লক্ষণই ইরানকে নির্দেশ করে” এবং ইজরায়েল কড়াভাবে জবাব দিবে। | Der israelische Premierminister sagte, dass “alle Zeichen zeigen auf den Iran” [he] und dass Isreal heftig reagieren wird. |
8 | @রুসলানট্রাদ: | @ruslantrad: |
9 | বিটিভি বুলগেরিয়াতে ইস্রায়েলি পর্যটকদের বিরুদ্ধে আক্রমণের ছবি দেখাচ্ছে | bTV zeigt Fotos des Angriffes gegen die israelischen Touristen in Bulgarien |
10 | ঘটনাটির প্রত্যক্ষদর্শী ইস্রায়েলি (নাগরিক) শশী বলেছেন: | Shoshi, ein Israeli, die die Explosion sah, sagte [he]: |
11 | আমরা অভিবাসন পেরিয়ে বিমানবন্দরের বাইরে রাখা বাস #৪-এ উঠি। | Wir gingen durch die Passkontrolle und bestiegen den Bus Nr. 4 außerhalb des Flughafens. |
12 | আমরা আমাদের ব্যাগগুলো রাখার দুই মিনিট পর বাস #২টি জ্বলে উঠে। | Wir verstauten unsere Taschen und nach zwei Minuten ging Bus Nr. 2 in Flammen auf. |
13 | আমাদেরকে খালি করে একটি নিরাপদ কক্ষে নিয়ে যাওয়া হয়। | Wir wurden in einen sicheren Raum evakuiert. |
14 | তার ছেলে যোগ করেন: | Ihr Sohn fügte hinzu: |
15 | যাত্রীদের মৃতদেহগুলো মাড়িয়ে না যাওয়ার জন্যে বেঁচে যাওয়া বাস থেকে লাফিয়ে নামতে হয়েছে। | Überlebende im Bus mussten aus dem Bus springen, sodass sie nicht auf Körper traten. |
16 | আমরা বাসটি দেখেছি, একজন ইজরায়েলি এর একটি ছবি নিয়েছে। | Wir sahen den Bus, ein Israeli machte ein Foto. |
17 | আমরা এর ট্রাংকটি বিস্ফোরিত হতে দেখেছি। | Wir sahen, wie der Kofferraum explodierte. |
18 | আমরা দ্রুত টার্মিনালের ভিতরে ছুটে গিয়েছি। | Wir wurden schnell ins Terminal gebracht. |
19 | পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যান তার ফেসবুক পৃষ্ঠায় পোস্ট করেছেন: | Der Außenminister Avigdor Liberman veröffentlichte auf seiner Facebookseite [he]: |
20 | আমি কেবলি বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নিকোলে মালদেনভের সঙ্গে বিস্ফোরণটি নিয়ে কথা বলেছি। | Ich sprach gerade mit dem bulgarischen Außenminister Nikolay Mladenov über die Explosion. |
21 | মালদেনভ ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এবং সেখানে পৌঁছেই আমাকে সর্বশেষ জানাবেন। | Mladenov ist auf dem Weg zum Flughafen und wird mich auf dem Laufenden halten, wenn er dort ankommt. |
22 | @মকডসংবাদ থেকে টুইট দাবি করেছে: | Ein Tweet von @MokedNews [he] behauptet: |
23 | বুলগেরিয়ার আক্রমণটিতে নিহতদের মধ্যে একজন বুলগেরীয় পর্যটিন গাইড ছিলেন যিনি বিস্ফোরণের সময় ইজরায়েলি পর্যটকদের সঙ্গে ছিলেন। | Einer derjenigen, die bei dem bulgarischen Angriff getötet wurden, ist ein bulgarischer Reiseführer, der bei den israelischen Touristen als die Explosion geschah. |
24 | (উৎস: বুলগেরীয় টিভি) | (Quelle: Bulgarisches Fernsehen) |
25 | হারেৎজে হিব্রু ভাষায় (আরও ঘন ঘন আপডেটসহ) এবং ইংরেজী ভাষায় চমৎকার সরাসরি ব্লগ কাভারেজ। | Exzellente Live-Berichterstattung der Haaretz auf Hebräisch (regelmäßigere Updates) und auf Englisch. |
26 | সরাসরি আপডেট অনুসরণ করার জন্যে বিভিন্ন টুইপ: @বারাকরাভিদ - কূটনৈতিক সংবাদদাতা, হারেৎজে সংবাদপত্র @রুসলানট্রাদ - সিরিয়ান-বুলগেরিয়ান ব্লগার ও মেনা (মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা) বিশ্লেষক @মকডসংবাদ - ইজরায়েলি সংবাদ যোগান | Twitterer die livetwittern: @BarakRavid - Diplomatischer Korrespondent der Haaretz @ruslantrad - Syrisch-bulgarischer Blogger, MENA-Experte @MokedNews - Israelischer Nachrichten-Feed |