# | ben | deu |
---|
1 | আফঘানিস্তান: সায়েদ পারভেজ কাম্বাখশ এর সাথে সাক্ষাৎ | Afghanistan: Treffen mit Sayed Pervez Kambakhsh |
2 | নাসিম ফেকরাত নামে একজন ফ্রিল্যান্সার আফগান সাংবাদিক পুল এ চারখি জেলে আটক সাংবাদিকতার ছাত্র সায়েদ পারভেজ কাম্বাখশ এর সাথে দেখা করেছেন। | Nasim Fekrat, unabhängiger afghanischer Journalist, traf den inhaftierten Journalismusstudenten Sayed Pervez Kambakhsh im Gefängnis von Pul-e Charkhi. |
3 | তাকে দেখে হতাশ মনে হচ্ছিল আর তিনি মরিয়াভাবে আমার দিকে হাত নাড়েন। | Er schien enttäuscht und winkte mir verzweifelt zu. |
4 | মাত্র কয়েক সেকেন্ডের জন্য আমি তার কাছে যেতে পারি ও কিছু শুনতে পারি, বাইরের আওয়াজের কারনে কোন কিছু শোনা কষ্টকর ছিল। | Nur für ein paar Sekunden kam ich näher an ihn heran, so nah, dass ich ihn hören konnte, was aufgrund des Lärms schwierig war. |
5 | হঠাৎ করে আমার বা কাঁধ ধরে জোর করে পিছন দিকে টানা হয় আমাকে আর আমি দেখি দুইজন পুলিশ আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কাম্বাখশকে কি বলছি। | Ich wurde plötzlich grob an der linken Schulter gepackt und stand zwei Polizisten gegenüber, die mich fragten, was ich Kambakhsh erzählt hätte. |
6 | পুলিশরা আমাকে তার কাছে আর যেতে দেয়নি। | Die Polizisten erlaubten mir nicht mehr, näher an ihn heranzukommen. |
7 | কিন্তু আমার সুযোগ হয়েছিল জনাব কাম্বাখশকে বলার যে তিনি ইতালীতে তথ্য নিরাপত্তা আর স্বাধীনতা সংক্রান্ত পুরষ্কার (আইএসএফ) পেয়েছেন। | Ich schaffte es jedoch, Kambakhsh von dem Preis zu erzählen, den er bei der Vergabe des Information Safety and Freedom Award (ISF) in Italien gewonnen hatte. |
8 | তিনি জানালেন যে এটা জানতে পেরে তিনি আনন্দিত হয়েছেন, কিন্তু তার কাছ থেকে শেষ যে কথা আমি শুনতে পাই তা হলো ”জেল থেকে বেরোনোর জন্য আমার সাহায্য দরকার।” | Er gab mir seine Freude zu verstehen, aber die letzten Worte, die ich von ihm vernahm waren: „Ich brauche Hilfe, um aus diesem Gefängnis herauszukommen. “ |
9 | পুলিশরা তার সাথে কথা বলার আর কোন সুযোগ দেয়নি, তাই হাত নেড়ে আমি কথা দিয়েছিলাম যে তার বাণী আমি বাইরে সবার কাছে পৌঁছে দেব। | Die Polizisten gaben mir keine weitere Gelegenheit, mit ihm zu sprechen. Ich winkte ihm zu und versprach, seine Nachricht draußen zu verbreiten. |
10 | গ্লোবাল ভয়েসেস কাম্বাখশের বিরুদ্ধে আইনী ব্যবস্থা সম্পর্কে এখানে, এখানে আর এখানে পূর্বে জানিয়েছে। | Global Voices berichtete bereits hier, hier und hier über Kambakhshs vorgesetzte Probleme mit dem Gesetz. |