Sentence alignment for gv-ben-20150710-49699.xml (html) - gv-deu-20150716-30906.xml (html)

#bendeu
1সেলফি নিরাপত্তা গাইডের মাধ্যমে আপনার জীবন রক্ষা করতে চায় রাশিয়ান পুলিশRusslands Polizei möchte mit ihrem Sicherheitsratgeber für Selfies Leben retten
2ফ্লিকারে ফিলিপ্পের দেয়া ছবি। সিসি বাই ২.Foto: Philippe Put, via Flickr (CC BY 2.0).
30 সেলফি (নিজের ছবি নিজে তোলা) তোলার সময় পোজ দেয়ার ঝুঁকি নিয়ে সচেতনতা বাড়াতে একটি প্রচারণার অংশ হিসেবে রাশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইটে “নিরাপদ সেলফি” নামের একটি মাইক্রোসাইট চালু করা হয়েছে।Als Teil einer Kampagne zur Erhöhung der Aufmerksamkeit für Risiken, die von Selfies ausgehen, hat Russlands Innenminister auf der amtlichen Webseite seines Ministeriums eine Mikroseite unter der Bezeichnung Sichere Selfies eingerichtet.
4সেলফি তোলার চেষ্টা করার সময় আহত হওয়া এমনকি মারা যাওয়া রাশিয়ানদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। এর ফলে সৃষ্ট উদ্বেগ বার বার তুলে ধরতে চালানো প্রচারাভিযানের গুরুত্ব মাইক্রোসাইটে ব্যাখ্যা করা হয়েছে।Diese Mikroseite erklärt die Logik hinter der Kampagne: Ständige Wiederholung der Gefahren, verursacht durch Russen, wenn sie versuchen ein Selfie zu machen und sich verletzen oder sogar zu Tode kommen.
5ওয়েবসাইটটিতে দাবি করা হয়েছে, “সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ লক্ষ লাইকের চেয়েও আপনার স্বাস্থ্য এবং জীবন অনেক বেশি মূল্যবান”।“Deine Gesundheit und dein Leben sind wertvoller als eine Million Gefällt-mir-Angaben in den sozialen Netzwerken”, behauptet die Webseite.
6“যখন কেউ তাঁদের নিজেদের ছবি তোলার চেষ্টা করে তখন তাঁদের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাঁরা ভারসাম্য হারিয়ে ফেলেন, চারপাশে তাকিয়ে দেখেন না এবং বিপদ নিয়ে সচেতন থাকেন না”।“Wenn eine Person versucht, sich selbst zu fotografieren, ist sie abgelenkt, verliert das Gleichgewicht, schaut nicht um sich und hat kein Gefühl für die Gefahr”, warnt die Mikroseite und ermuntert Selfie-Fans dazu, auf ihre unmittelbare Umgebung besser Acht zu geben.
7মাইক্রোসাইট সেলফি ভক্তদের তাদের আশেপাশের সম্পর্কে সচেতন হতে উৎসাহিত করে সতর্ক করেছে।Im RuNet hat die Mikroseite wegen einer für diese Kampagne erstellten Infografik großes Aufsehen erregt, weil sie die riskantesten Szenarios für Selfies beschreibt.
8মাইক্রোসাইট ওয়েবসাইটটি রুনেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কেননা এই প্রচারাভিযানের জন্য একটি ইনফোগ্রাফিক (তথ্য অথবা জ্ঞানের গ্রাফিক দৃশ্য প্রদর্শনী) নির্মিত হয়েছে।Einige Nutzer haben die Infografik mit “Dumb Ways to Die” [dumme Arten zu sterben] verglichen (einer Kampagne des öffentlichen Dienstes in Australien, die die Sicherheit im Eisenbahnverkehr fördern soll).
9সেলফি তোলার ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিগুলো বর্ণনা করা হয়েছে।Hier ist die kommentierte Version der Infografik:
10ব্যবহারকারীদের কেউ কেউ ইনফোগ্রাফিকটিকে “প্রাণ হারানোর মূক উপায়ের” (রেলপথে নিরাপত্তা বাড়াতে একটি অস্ট্রেলিয়ান পাবলিক সার্ভিস ঘোষণা) সাথে তুলনা করেছেন।
11নীচের ইনফোগ্রাফিকটির টীকাযুক্ত সংস্করণ পরীক্ষা করে দেখুন। এমভিডি ডট আরইউ/নিরাপত্তা_সেলফি থেকে নেয়া তথ্যচিত্র।Das Innenministerium hofft, die kreative Energie des RuNet nutzen zu können und ruft zum Crowdsourcing für alternative Versionen der Safe Selfies-Infografik auf.
12টেটিয়ানা লকটের অনুবাদ করা।Internetnutzer werden dazu ermuntert, ihre eigene Interpretation der Kampagne einzusenden.
13স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে রুনেট এর সৃষ্টিশীল চিন্তা কাজে দিচ্ছে এবং “নিরাপদ সেলফি” ইনফোগ্রাফিকের অন্যান্য সংস্করণের জন্য ক্রাউডসোর্সিং (জনগণের কাছ থেকে তথ্য সংগ্রহ) করা হচ্ছে, যেন এই প্রচারাভিযানের জন্য ব্যবহারকারীরা তাদের নিজস্ব ব্যাখ্যা পাঠাতে উৎসাহিত হন।