Sentence alignment for gv-ben-20140223-41846.xml (html) - gv-deu-20140221-18301.xml (html)

#bendeu
1“ডলফিনে” লেখা বিয়ের প্রস্তাব রাগান্বিত করল ফিলিপাইনের প্রাণী অধিকার সংরক্ষণ কর্মীদের“Delphin-Heiratsantrag” auf den Philippinen verärgert Tierschutzaktivisten [Alle Links in diesem Artikel führen zu englischsprachigen Webseiten.]
2প্রণয়ঘটিত নাকি নিষ্ঠুর?Romantik oder Tierquälerei?
3সুবিকের ওশান অ্যাডভেঞ্চার পার্কে একটি বিতর্কিত বিয়ের প্রস্তাব।Kontroverser Heiratsantrag im Ocean Adventure Park in Subic Bay
4ফিলিপাইনের একটি থিম পার্কে ডলফিনের পেটের মধ্যে লিখা একটি বিয়ের প্রস্তাব বিতর্কের সূচনা করেছে। প্রস্তাবটিতে লিখা ছিল, “রোনা, তুমি কি আমাকে বিয়ে করবে?”Ein Heiratsantrag, bei dem “Will you marry me, Rona?” auf den Bauch eines Delphins geschrieben wurde, sorgte in den Philippinen für Diskussionen.
5বিয়ের প্রস্তাবের ছবিগুলো ওশান অ্যাডভেঞ্চার সুবিক বে'র ফেসবুক পাতায় প্রকাশ করা হলে তা খুব দ্রুত ছড়িয়ে পরে।Fotos des Antrags verbreiteten sich schnell, ausgehend von der Facebook-Seite des Ocean Adventure Themenparks in Subic Bay.
6এতে করে প্রতিক্রিয়ার এক প্রচন্ড ঘূর্ণি ফুঁসে উঠে। এরপরে অবশ্য ছবিগুলো তাদের পাতা থেকে সরিয়ে নেয়া হয়েছে।Die Bilder lösten einen Sturm der Entrüstung aus und wurden anschließend von der Seite entfernt.
7দ্যা আর্থ আইল্যান্ড ইন্সটিটিউট এই বিতর্কিত প্রস্তাবের একটি স্ক্রিনশট নিতে সক্ষম হয়েছে এবং এটি তারা অনলাইনে শেয়ার করেছে।Das Earth Island Institute konnte zuvor noch Screenshots des kontroversen Antrags auf seiner Facebook-Seite teilen.
8এই গ্রুপটি এই থিম পার্কটিকে বর্জন করার আহ্বান জানিয়েছে। তারা সবগুলো বন্দী ডলফিনের মুক্তি চেয়েছে।Die Gruppe ruft zu einem Boykott des Themenparks und zur Freilassung aller in Gefangenschaft lebenden Delphine auf.
9এই ঘটনার প্রতিক্রিয়ায় দ্যা ওশান অ্যাডভেঞ্চার সুবিক বে দাবি করেছে যে ডলফিনটির পেটে বিয়ের প্রস্তাবটি লিখতে জিংক অক্সাইড ব্যবহার করা হয়েছে।Ocean Adventure Subic Bay wies darauf hin, für die Schrift Zinkoxid verwendet zu haben, ein unschädliches Präparat welches zum Sonnenschutz verwendet wird.
10কোম্পানিটি দাবি করেছে যে এটি খুব নিরাপদ একটি রাসায়নিক দ্রব্য, যা সূর্যের অতি বেগুণী রশ্মি থেকে ত্বক বাঁচাতে ব্যবহার করা হয়ে থাকেঃLaut der philippinischen Marine Wildlife Watch ist dies jedoch keine Entschuldigung für den Missbrauch von Tieren:
11কিন্তু ফিলিপাইনের সামুদ্রিক বন্যপ্রাণী ওয়াচ বলেছে, এই ওজুহাত দেখিয়ে কোন প্রাণীকে “খেয়ালের বশে ধ্বংস” করার কোন অধিকার তাদের নেইঃ
12একটি প্রাণীকে খেয়ালের বশে ধ্বংস করার জন্য কথোপকথনের কিছু নেই।Tierquälerei hat im Artenschutz nichts zu suchen.
13রোদে পোড়া এবং ত্বক জ্বালা পোড়া থেকে প্রতিরোধ করতে আটকে পড়া তিমিদের জন্য জিংক অক্সাইড ব্যবহার করা হয়।Zinkoxid wird verwendet um Sonnenbrand und Hautirritationen bei gestrandeten Walen zu vermeiden.
14তাঁর অর্থ হচ্ছে, এটি একটি মেডিকেল চিকিৎসা যা প্রানীদেরকে যন্ত্রণার সময়ে আবারও আহত হওয়া থেকে বাঁচাতে ব্যবহার করা হয়।Als medizinisches Hilfsmittel soll es also weitere Verletzungen bei Tieren in Not verhindern.
15এঞ্জেলা কলমেনারেস-সাবিনো একটি থিম পার্কে শিক্ষা এবং সংরক্ষণ সুবিধা রাখার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেনঃAngela Colmenares-Sabino zweifelt an der Daseinsberechtigung des Themenparks als Lehr- und Tierschutzeinrichtung:
16ডলফিনের পেটে লেখার জন্য কি ধরনের পদার্থ ব্যবহার করা হয়েছে, তা কোন বিষয় নয়।Es spielt keine Rolle womit auf den Bauch des Delphins geschrieben wurde.
17মূল বিষয়টি হচ্ছে যে তারা ডলফিনের বস্তুতান্ত্রিক ভূমিকার গুরুত্ব কমিয়ে দিচ্ছে। এই ওশান অ্যাডভেঞ্চারে তারা পরিষ্কারভাবে দাবি করে থাকে যে শিক্ষা এবং সংরক্ষণের জন্য এখানে সুবিধা প্রদান করা হয়ে থাকে।Allein dass sie die ökologische Bedeutung der Delphine auf so etwas reduzieren zeigt doch, dass Ocean Adventure nur für kommerzielle Tierquälerei steht - nicht für Bildung und Artenschutz.
18বাস্তবে এটি শুধুমাত্র শিক্ষা এবং সংরক্ষণের উদ্দেশ্যেই শুধু নয়, বরং বাণিজ্যিক উদ্দেশ্যেও নিষ্ঠুর সুবিধা প্রদান করে থাকে।
19প্যাট্রিশিয়া সরঙ্গন-ইয়াপ মনে করেন সেই জুটিকে দোষারোপ করা উচিৎ নয়ঃ কেউ কেউ জুটিটিকে পাগলের মতো দোষারোপ করছে।Patricia Sorongon-Yap meint die Schuld sollte nicht beim Verlobungspaar gesucht werden:
20কেউ কেউ বুঝতে পারছে না, কেন আমরা বিয়ের প্রস্তাব জানানোর এই ধারণার বিপক্ষে অবস্থান নিয়েছি।
21আমি মনে করি, এখানে সেই জুটিটির কোন দোষ নেই। বেশিরভাগ লোকজনই এই সাধারণ বিষয়টি নিয়ে তেমন সচেতন নয়।Einige wurden wütend auf das Pärchen und verstanden nicht warum WIR gegen diesen Heiratsantrag sind.
22তারা বুঝতে চেষ্টা করে না যে ডলফিন কোন মাছ নয়।Ich denke nicht, dass die beiden verantwortlich sind.
23লোকেরা বুঝতে চায় না যে ডলফিন বা অন্য যেকোন ধরনের বন্য প্রাণীর গায়ে কিছু লেখা, বিশেষ করে কোন বাণিজ্যিক উদ্দেশ্যে (কোন পদার্থ ব্যবহার করা হল, সেটা বিবেচনা না করে) কিছু লেখা উচিৎ নয়।Vielen Menschen ist einfach nicht bewusst, dass Delphine KEINE Fische sind und generell nicht auf Tiere geschrieben werden sollte (schon gar nicht zu kommerziellen Zwecken und unabhängig vom verwendeten Material).
24ওশান অ্যাডভেঞ্চার এর ব্যবস্থাপনা পর্ষদ জনগণকে নিশ্চিত করেছেন যে ডলফিনে বিয়ের প্রস্তাব লেখাতে কোন ক্ষতিকর পদার্থ ব্যবহার করা হয়নি।Das Management von Ocean Adventure versicherte, dass ein unschädliches Präparat verwendet wurde um den Heiratsantrag auf den Delphin zu schreiben.
25এলডুইন এম.Aldwin M.
26আরসেনা এই ইস্যুটির উভয় দিকই পরিমাপ করে দেখেছেনঃArcena sieht beide Seiten:
27আমি বোঝাতে চেয়েছি, ডলফিনটির প্রতি খারাপ আর কি ঘটতে যাচ্ছে?Was soll dem Delphin denn schon Schlimmes passieren?
28যদি রঙটি বিষাক্ত বা এ ধরনের কিছু হয়ে থাকে, তবে এতে করে আরও নেতিবাচক কোন ঘটনাও ঘটতে পারে। এটি শুধুমাত্র চিহ্নিত করা একটি ডলফিন।Solange die Farbe nicht giftig ist sehe ich keinen Grund sich aufzuregen.
29এ ইস্যুটি নিয়ে এতোটা রেগে যাওয়ার কোন কারন নেই।Es ist nur ein markierter Delphin, sonst nichts.
30এর চেয়ে বরং ডলফিন হত্যাকারীদের প্রতি বেশি রাগ দেখানোর ওপর জোর দিয়ে মন্তব্য করেছেন মাইকেল পাওলো টিগলাওঃMichael Paolo Tiglao ruft dazu auf den Ärger eher auf Menschen zu richten die Delphine töten:
31…সামান্য এই রঙটি নিয়ে আপনারা কেন গাল ভরা শব্দ প্রয়োগ করে বক্তৃতা দিচ্ছেন। বরং, এশিয়ার কিছু কিছু দেশ কীভাবে ডলফিন মারে, তা আপনাদের পোস্ট করা এবং শেয়ার করা উচিৎ।Warum regt ihr euch über die blöde Farbe so auf, ihr solltet lieber darüber schreiben wie Delphine in einigen asiatischen Ländern für Suppe oder so umgebracht werden.
32তারা শুধুমাত্র তাদের স্যুপ অথবা মাংসের পিঠা বা অন্য কোন খাবার তৈরি করতে ডলফিন হত্যা করে থাকে।
33আমরা সবাই কেন এ বিষয়টি নিয়ে কিছু করি না।Warum unternehmen wir nichts dagegen?
34আর আপনারা এটাও জানেন যে এটি শুধুই একটি পার্ক এবং এটি তাদের প্রাণীদের যত্ন নিয়ে থাকে। এই রংটি নিশ্চয়ই পরে পরিষ্কার করে ফেলা হয়েছে।In dem Park wird für die Tiere gesorgt, die Farbe wird abgewaschen und der Delphin ist noch am Leben, es wurde kein Blut vergossen.
35ডলফিনটি এখনো বেঁচে আছে এবং এর দেহ থেকে কোন ধরনের রক্ত ক্ষরণ হয়নি।Nur meine Meinung dazu wie negativ manche Leute sein können.
36আমি শুধু একটু ধরিয়ে দিলাম যে লোকজন কতোটা নেতিবাচক হতে পারে।
37সবাই ভালো থাকুন।Schönen Tag noch!