Sentence alignment for gv-ben-20140410-42678.xml (html) - gv-deu-20140407-19447.xml (html)

#bendeu
1ব্লগ বাসঃ মতবিনিময়ের জন্য ফিলিস্তিনি ভ্রাম্যমান প্রচার মাধ্যমPressekonferenz auf Rädern: Mit dem Blog-Bus durch die palästinensischen Gebiete
2“কোন ঘটনা যদি নথিভুক্ত না করা হয় বা সে সম্পর্কে কোন ব্লগ লেখা না হয়, তবে ঘটনাটি সবাই ভুলে যায়”- কথাগুলো বলেছেন প্যালেস্টাইনের সাংবাদিক, ব্লগার, সুরকার এবং দ্যা ব্লগ বাসের প্রতিষ্ঠাতা সাইদ কারজুন।“Jedes Ereignis, das nicht dokumentiert wird oder über das nichts gebloggt wird, gerät in Vergessenheit”, sagt Saed Karzoun [ar], palästinensischer Journalist, Blogger, Musiker und Gründer des Blog-Bus. Der Blog-Bus nimmt Blogger, Aktivisten und Journalisten an Bord, um über verschiedene Themen aus den palästinensischen Gebieten zu berichten.
3ব্লগ বাসটি ফিলিস্তিনের বিভিন্ন বিষয়ের উপর রিপোর্ট করার জন্য ব্লগার, সক্রিয় কর্মী এবং সাংবাদিকদের সাথে নিয়েছে।Der Bus bringt Blogger, Aktivisten und Bürgerjournalisten zusammen, manchmal auch Autoren, die sich bereits über das Internet kennen, sich aber zum ersten Mal im wirklichen Leben begegnen.
4এই বাসে ব্লগার, সক্রিয় কর্মী ও নাগরিক সাংবাদিকরা একত্রিত হয়েছেন।Eine Teilnehmerin des Blog-Bus spricht mit einer Gruppe von Kindern im Jordantal.
5তাঁরা অনলাইনে হয়তো একে অপরের সাথে ইতোমধ্যে পরিচিত।Sie hört von ihrem Alltag, ihren Problemen und Träumen.
6তবে অনলাইনে পরস্পরের পরিচিত হলেও ব্লগ বাসের মাধ্যমে বাস্তব জীবনে হয়তোবা তাঁরা এই প্রথম একে অন্যের দেখা পেলেন। জর্ডান ভ্যালিতে একজন “ব্লগ বাস” অংশগ্রহণকারী একদল শিশুর সাথে কথা বলছেন।Der Bus reist durch verschiedene Regionen, um von lokalen Problemen zu berichten, wie die Anliegen von Jugendlichen, Frauenfragen, Arbeitslosigkeit, Schwierigkeiten, die sich aus der israelischen Besetzung ergeben, und vieles mehr.
7তিনি সেই সব শিশুদের প্রাত্যহিক জীবন, সমস্যা এবং স্বপ্নের নানা কথা শুনছেন।Jeder Autor im Bus greift auf das digitale Medium zurück, das ihm am liebsten ist und berichtet zu der Fragestellung.
8বাসটি স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে রিপোর্ট করতে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে।Man kann es also kurz als die “mobile Konferenz der Blogger” bezeichnen.
9যেমন, তরুণদের মাঝে সচেতনতা তৈরি, নারী বিষয়ক বিভিন্ন বিষয়, বেকারত্ব, ইসরায়েলী দখলের কারনে সৃষ্ট বিভিন্ন অসুবিধা এবং এমনি আরও নানাবিধ সমস্যা।Laut Karzouns Blog beabsichtigt [ar] die Initiative, die Bemühungen einer weit verstreuten Gruppe von Bloggern zusammenzuführen.
10যেকোন সমস্যা নিয়ে রিপোর্ট করতে এই বাসের প্রত্যেক লেখক তাদের প্রিয় ডিজিটাল টুল ব্যবহার করে থাকেন।Wobei diese gemeinsam mithilfe des Blog-Bus noch größere Probleme angehen können.
11তাই এটিকে আমরা সংক্ষেপে “ব্লগারদের একটি ভ্রাম্যমান মতবিনিময় সভা” বলতে পারি।“Elektrizität erreicht das Jordantal im 21. Jahrhundert nicht.”
12কারজুনের ব্লগের মতে, ছত্রভঙ্গ হয়ে থাকা এক দল ব্লগারকে একত্রিত করাই হচ্ছে এই পদক্ষেপের প্রধান লক্ষ্য [আরবি]।#Blogbus” steht auf dem Plakat dieser Teilnehmerin der ersten Reise der “mobilen Konferenz der Blogger”.
13এই ছত্রভঙ্গ হয়ে থাকা ব্লগারদের মাঝে এতোদিন শুধুমাত্র একটি অঞ্চল নিয়ে লেখালেখি করার ঝোঁক ছিল - তবে ব্লগ বাসের বদৌলতে তারা এখন একত্রিত হয়ে আরও বড় বড় সমস্যা যাচাই বাছাই করে দেখতে পারছেন।Dadurch, dass sie über die Region und die Schwierigkeiten vor Ort berichten, hoffen die Blogger, sowohl Massenmedien als auch Entscheidungsträger - die über die Möglichkeit verfügen, die Bedingungen vor Ort zu verbessern - auf die Region aufmerksam zu machen.
14ব্লগাররা আশা করছেন, একটি অঞ্চল এবং এটির বিভিন্ন সমস্যা নিয়ে করা তাদের রিপোর্টের মাধ্যমে প্রধান ধারার প্রচার মাধ্যম এবং নীতি নির্ধারক উভয়েরই দৃষ্টি তাঁরা আকর্ষণ করতে সক্ষম হবেন।Die Busfahrtteilnehmer sind nicht beschränkt auf das Bloggen, sondern können von Fotografie, Podcasts, Youtube-Videos, Twitter, Facebook, Google+, Echtzeitübertragungen und Smartphone-Anwendungen Gebrauch machen.
15কেননা, স্থানীয় অবস্থার উন্নয়ন ঘটানোর মতো সক্ষমতা কেবল তাদেরই আছে।Der Bus ging das erste Mal am 27.
16এই বাসটিতে শুধুমাত্র ব্লগই লেখা যায় না, বরং বাসটিতে অংশগ্রহণকারীরা ছবি তুলতে, পডকাস্টস, ইউটিউব ভিডিও, টুইটার, ফেসবুক, গুগল প্লাস, সরাসরি বিভিন্ন অনুষ্ঠান এবং স্মার্ট ফোন এ্যাপগুলোও ব্যবহার করতে পারেন।
17গত ২৭ জানুয়ারি, ২০১৪ তারিখে জর্ডান উপত্যকা সফরের মাধ্যমে বাসটি উদ্বোধন করা হয়েছে।
18এটি প্রথমে প্যালেস্টাইনের পশ্চিম তীর এবং জর্ডানের মাঝে থাকা সীমান্তে ভ্রমণ করেছে।Januar 2014 [ar] auf Tour mit einer Fahrt ins Jordantal [en] an die Grenze zwischen dem Westjordanland und dem Jordan.
19ব্লগ বাসের প্রথম ট্যুরে অংশ নেওয়ার আমন্ত্রণ।Die Einladung zur ersten Fahrt mit dem Blog-Bus.
20বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় সংস্থার সমর্থনে ব্লগ বাস বড় বড় প্রচার মাধ্যমের মনোযোগ আকর্ষণ করেছে। এসব প্রচার মাধ্যম তাদের কাজের প্রশংসা করেছে এবং প্যালেস্টাইনে [আরবি] জীবনের নিষ্ঠুর বাস্তবতার উপর আলোকপাত করার জন্য তাদের অসামান্য ভূমিকার কথা তুলে ধরেছে।Der Blog-Bus wird von verschiedenen internationalen und lokalen Organisationen unterstützt und hat große Aufmerksamkeit durch die Medien [ar] erfahren, die sie für ihre Arbeit loben [ar] und die Rolle hervorheben [ar], die sie dabei spielen, Licht auf die harte Lebensrealität in den palästinensischen Gebieten zu werfen [ar].
21দ্যা ব্লগ বাস কাজ শুরু করে দিয়েছেঃDer Blog-Bus in Aktion:
22পরবর্তী পদক্ষেপসমূহ …Nächste Schritte…
23রাইজিং ভয়েসেসের সাথে একটি ই-মেইল সাক্ষাৎকারে সাইদ বলেছেন, ব্লগ বাসের আয়োজকদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে এই প্রকল্পটির জন্য একটি অ্যাপ তৈরি করা। এমন একটি অ্যাপ তৈরি করা যা ব্লগারদের তাদের ব্লগগুলোর সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে সাহায্য করবে।Der nächste Schritt für die Organisatoren des Blog-Bus wird sein, eine App [Anwendungssoftware] für das Projekt zu entwickeln, die es Bloggern erlaubt, sich direkt mit ihren Blogs zu vernetzen und auf der Plattform des Blog-Bus zu veröffentlichen.
24এগুলো ব্লগ বাস মঞ্চে তাদের লেখা সরাসরি প্রকাশ করতেও সাহায্য করবে। এতে ছবি, ভিডিও, মানচিত্র, অডিও এবং জনগনের বিভিন্ন ভাষ্য ও প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে।Das wird Fotos, Videos, Karten und Audios umfassen sowie öffentliche Kommentare und Fragen, erzählt Saed in einem Email-Interview mit Rising Voices.
25তিনি আরও বলেছেন, নীতি নির্ধারক এবং প্রভাবশালী জনপ্রতিনিধিদের এই বাস সফরে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে।
26তারা এই প্রচারাভিযান সম্পর্কে বিভিন্ন জনসভায় ব্লগারদের নানা প্রশ্নের উত্তর দিবেন। ব্লগ বাস ইউনো নামের একটি বৃহত্তর প্রকল্পের একটি অংশীদার মাত্র।Er fügt hinzu, dass Entscheidungsträger und einflussreiche Personen des öffentlichen Lebens eingeladen werden, an den Busfahrten teilzunehmen, um Fragen von Bloggern in öffentlichen Begegnungen rund zur Kampagne zu beantworten.
27প্রকল্পটি ফিলিস্তিনে তথ্য অধিকার প্রসার নিয়ে কাজ করছে। এছাড়াও ব্লগ বাস এ বছর সম্মানজনক হাল্ট পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।Der Blog-Bus ist Teil des größeren Projekts YouKnow [en], mit dem in den palästinensischen Gebieten der Zugang zu Informationen erleichtert werden soll und das dieses Jahr für den begehrten Hult-Preis [en] nominiert wurde.
28প্রথম ব্লগ বাস ট্যুরে অংশ নেওয়া ব্লগাররাDie Blogger, die an der ersten Fahrt des Blog-Bus teilgenommen haben.
29সবগুলো ছবি দ্যা ব্লগ বাসের অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।Alle Fotos wurden mit freundlicher Genehmigung von Blog-Bus verwendet.