Sentence alignment for gv-ben-20080421-814.xml (html) - gv-deu-20080421-359.xml (html)

#bendeu
1এগারো বছর বয়সী চাইনিজ পরিবেশবাদী এবং সার্কিট বোর্ড রিসাইক্লিংUmweltschutz in China: Elfjähriger Aktivist und Elektroschrott
2কর্পোরেট সামাজিক দায়িত্ব-কর্তব্যের দিকে দৃষ্টি নিবন্ধনকারী ব্লগ “ক্রসরোড” এ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এগারো বছর বয়সী এক পরিবেশবাদীকে নিয়ে প্রকাশিত একটা লেখা আমাদের মনোযোগ কেড়েছে।Das Blog Crossroads, das über die soziale Verantwortung von Firmen schreibt, macht uns auf einen elfjährigen Umweltschützer in Südwest-China aufmerksam.
3এই নবীন তারকা নদী দূষণের উৎস খুঁজে বের করার দায়িত্ব স্বপ্রনোদিতভাবে গ্রহণ করে রিপোর্টার ও কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।Er nahm es in die Hand, die Gründe für die Wasserverschmutzung zu finden - so wurden Reporter und Regierungsvertreter auf ihn aufmerksam.
4গত অক্টোবরে, জিয়ালিং নদীর তীরে বাবা-মায়ের সাথে খেলার সময় চেন পানিতে কিছু বর্জ খুঁজে পায়।Im letzten Oktober spielte Chen mit ihren Eltern am Jialing Fluss und fand im Wasser Müll.
5এটা কিভাবে এল সেটা খুঁজে বের করতে সে লেগে পড়ে।Er wollte unbedingt herausfinden, wo der wohl herkam.
6এরপর ছয় মাস ধরে ছুটিকালীন সময়ে অনুসন্ধান চালিয়ে চেন নদী দূষণের উপরে একটা নিবন্ধ লেখে এবং দূষণ থেকে বাঁচার কিছু উপায় প্রস্তাব করে।Nachdem er sechs Monate in seiner Freizeit recherchiert hatte, schrieb er einen Bericht über die Verschmutzung im Fluss und machte Vorschläge, wie man ihn reinigen könnte.
7এগারো বছরের এই পরিবেশবাদী সম্বন্ধে রিচ অলসো রাইটস লিখেছেন:Auch Rich schreibt über den elfjährigen Umweltaktivisten:
8এটি আরেকটি দৃষ্টান্ত যার জন্যে আমি বলতে পারি পরিবেশ সংরক্ষণের জন্য চীনদেশ ক্রমান্বয়ে জাগ্রত হবে। দূষণ অনুসন্ধান, গবেষণা পরিচালনা, সমাধান অন্বেষণ, স্থানীয় কর্মকর্তা ও ব্যবসায়ীদের উপর চাপ প্রয়োগের জন্য প্রতিটি ব্যক্তি ও গোষ্ঠীকে ব্যক্তিগত পর্যায়ে উদ্বুদ্ধ করতে হবে।Dies ist ein weiteres Beispiel dafür, wie China seine Umwelt wieder reinigen könnte: Individuen und Arbeitsgemeinschaften werden auf einem persönlichen Level motiviert Verschmutzer zu ermitteln, nachzuforschen, Lösungen zu entwickeln und Druck auf die örtlichen Beamten und Unternehmer auszuüben.
9ইতোমধ্যে, চায়না এনভায়রনমেন্টাল নিউজ ডাইজেস্ট একটা আর্টিকেলে উল্লেখ করেছে যে ইলেকট্রনিক সার্কিট বোর্ডের অংশগুলো খুলে পৃথক করে পুন:ব্যবহার উপযোগী করা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।China Environmental News Digest beschreibt eine Form des Recycling, die der Umwelt schaden könnte: Die Demontage von Leiterplatten.
10রিপোর্টটিতে চীনের ইলেক্ট্রনিক্স রিসাইক্লিং এর উপর হংকং এর ব্যাপ্টিস্ট বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার কথা বলা হয়েছে।Der Artikel beruft sich auf eine Studie der Hong Kong Baptist University über das Recycling von Elektroschrott in China.
11উক্ত গবেষণা চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটা শহরে পারিবারিক ভাবে পরিচালিত একটা রিসাইক্লিং ওয়ার্কশপে উচ্চমাত্রার ভয়াবহ ধাতু খুঁজে পায় এবং এই দূষণযুক্ত গুড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্নভাবে আশেপাশে ছড়িয়ে দিচ্ছে।Die Studie stellt fest, dass in einer südöstlichen chinesischen Stadt die Recyclingbetriebe (meist Familienunternehmen) mit hochgefährlichen Metallen umgehen, sodass die Arbeiter kontaminierten Staub aus dem Werk heraustragen.