Sentence alignment for gv-ben-20100725-11952.xml (html) - gv-deu-20100719-2126.xml (html)

#bendeu
1দক্ষিণপূর্ব এশিয়া: যৌনতা আর ওয়েব সেন্সরশীপSüdostasien: Sex und Netzzensur
2ইন্টারনেটের বিষয়বস্তু নিয়ন্ত্রণ করা আজকাল অগণতান্ত্রিক প্রক্রিয়া হিসাবে দেখা হয় কিন্তু দক্ষিণপূর্ব এশিয়ার সরকার এই কাজের যথার্থতা বের করতে পেরেছেন তরুণদের অশ্লীল যৌন কার্যকলাপের হাত থেকে রক্ষার কথা বলে।Heutzutage wird die Regulierung von Internetinhalten als anti-demokratisch angesehen, aber südostasiatische Regierungen scheinen solches Verhalten mit der Schutzbedürftigkeit der Jugend vor unanständigen sexuellen Handlungen rechtfertigen zu können.
3একটি মাল্টিমিডিয়া বিষয়বস্তু পর্যবেক্ষণ দলের মাধ্যমে ওয়েবকে ছেঁকে ‘খারাপ' জিনিষ বাদ রাখা সংক্রান্ত ইন্দোনেশিয়ার পরিকল্পনা গত ফেব্রুয়ারীতে থামান হয় যখন জনগণ এর বিরোধিতা করে।Indonesien ließ im letzten Februar von seinem Plan ab, “schlechte” Inhalte von einem Multimedia-Kontrollteam aus dem netz filtern zu lassen, nachdem die Öffentlichkeit sich gegen den Vorschlag gestellt hatte.
4এখন এই প্রস্তাব আবার সামনে এসেছে যখন বিশ্বের সব থেকে ঘন এই মুসলিম অধ্যুষিত দেশে একজন তারকার যৌন টেপ কেলেঙ্কারি সামনে এসেছে যেটা তরুণ-তরুণী আর বৃদ্ধকে বিব্রত করেছে।Nun lebt diese Idee wieder auf, seit ein Promi-Sextape sowohl die Jungen als auch die Alten in diesem Land erschüttert, das die größte mehrheitlich muslimische Bevölkerung der Welt hat.
5দুই বছর আগের অশ্লীলতা বিরোধী আইন পাশের পরে, ইন্দোনেশিয়া এখন তাদের ইন্টারনেট কালো তালিকা শুরু করতে চায় রক্ষণশীলদের দাবির মুখে যাতে তরুণদের মূল্যবোধ সংরক্ষিত হয়।Nachdem vor zwei Jahren ein Antipornographie-Gesetz verabschiedet wurde, möchte Indonesien nun eine Internet Blacklist, um auf die Mahnungen der Konservativen einzugehen, die Moral der Jungen zu schützen.
6একই ধরনের তারকার যৌন স্ক্যান্ডাল গত বছর ফিলিপাইন্সে হয়েছিল যার ফলে গোপনে যৌনকর্ম দেখা বিরোধী আইন পাশ হয়।Ein ähnlicher Promi-Sexskandal ebnete letztes Jahr auf den Philippinen den Weg für ein Voyeurismus-Gesetz.
7ইন্টারনেটকে দোষ দেয়া হয় যৌন টেপ দ্রুত ছড়ানোর জন্য যা ঠেকাতেই যেন আইন প্রণয়নকারীরা সাইবার অপরাধ আইন তৈরি করেছে।Man gab dem Internet die Schuld an der raschen Verbreitung von Sextapes und die Gesetzgeber fertigten ein Gesetz gegen Internetkriminalität.
8ক্যাম্বোডিয়াতে, সরকার প্রস্তাব করেছে যে সরকার পরিচালিত একটি নিয়ন্ত্রণ পয়েন্ট স্থাপনের মাধ্যমে সকল স্থানীয় ইন্টারনেট সেবা প্রদানকারীদের নিয়ন্ত্রণের করতে।Die Regierung von Kambodscha hat vorgeschlagen, einen staatliche kontrollierten Knotenpunkt einzurichten, der alle örtlichen ISPs überwacht um den Schutz vor Pornografie, Diebstahl und anderen Netzverbrechen zu stärken.
9এর ঘোষিত লক্ষ্য হচ্ছে যৌনতা, চুরি আর অন্যান্য সাইবার অপরাধের বিরুদ্ধে ইন্টারনেট নিরাপত্তা জোরদার করা।
10এ সংক্রান্ত খসড়া আইন এখনো চুড়ান্ত হয়নি কিন্তু ধারণা করা হচ্ছে যে সরকার জোরালোভাবে এটাকে বাস্তবায়িত করার চেষ্টা করবে বিশেষ করে সম্প্রতি যখন তারা বৌদ্ধমন্দিরে নারীদের বিবস্ত্র অবস্থায় গোসলের ছবি মোবাইল ফোন আর ইন্টারনেটে ছড়ান বন্ধ করতে একেবারে অসমর্থ ছিল।Der Entwurf ist noch nicht fertig, aber die Regierung wird diesen Schritt ernsthaft erwägen, zumal sie kürzlich daran scheiterte zu verhindern, dass illegale Videos von nackten Frauen, die in einem Tempel badeten, verbreitet wurden.
11দক্ষিণপূর্ব এশিয়ার সরকারদের সব সময়ে যৌন কেলেঙ্কারির অজুহাত দরকার পরে না ইন্টারনেটের বিষয়বস্তু নিষিদ্ধ করার জন্যে জন্য যেহেতু তারা সব সময়ে অন্যান্য নানা কারণ উল্লেখ করতে পারে ইন্টারনেটের বিষয় পর্যবেক্ষণের জন্য, যেমন রাষ্ট্রীয় নিরাপত্তা।Die südostasiatischen Regierungen brauchen aber nicht immer Sexskandale um das Netz zu zensieren, denn sie können sich auch immer auf andere Gründe berufen, etwa die Nationale Sicherheit, um das Netz zu filtern und zu überwachen.
12উদাহরণস্বরূপ, থাইল্যান্ড বিশ্বের প্রথম দেশ ছিল যেটি ‘বিপদজনক' বিষয় থাকার অভিযোগে ১০০,০০০টি ওয়েবসাইট বন্ধ করেছে।Zum Beispiel ist Thailand das erste Land der Welt, das 100.000 Seiten wegen “gefährlicher” Inhalte abschaltete.
13তারা ব্লগার, লেখক আর ওয়েবসাইট পরিচালকদের শাস্তি দেয় লেস ম্যাজেস্টি আইন ভঙ্গের জন্য।Blogger, Autoren und Administratoren werden der Majestätsbeleidigung bezichtigt.
14গুগুল আর ম্যাকাফি ভিয়েতনামের বিরুদ্ধে অভিযোগ করে কিছু ওয়েবসাইটের বিরুদ্ধে সাইবার আক্রমণ শুরু করার ব্যাপারে।Google und McAfee werfen Vietnam Angriffe auf Websites vor, insbesondere auf oppositionelle Seiten zum Bauxit-Abbau, ein kontroverses Thema in dem Land.
15এইসব ওয়েবসাইট বক্সাইট মাইনিং এর বিরুদ্ধে প্রতিবাদ করছিল যা ওই দেশে বিতর্কিত বিষয়।Doch politisch motivierte Netzzensur führt oft zu heftigen Reaktionen der Internetnutzer und wird stets weltweit von Medienaktivisten und Menschenrechtsorganisationen verurteilt.
16কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক ইন্টারনেট আইনগুলো প্রায়শই ইন্টারনেট ব্যবহারকারীদের কাছ থেকে প্রচন্ড বিরোধিতার সম্মুখীন হয় আর বিশ্বব্যাপী নিন্দার সৃষ্টি করে, বিশেষ করে প্রচার মাধ্যম আর মানবাধিকার সংস্থা থেকে।
17সরকার এইসব সমালোচকদের অগ্রাহ্য করতে পারে কিন্তু একই সাথে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে।Regierungen können die Stimmen der Kritiker überhören, aber verlieren dabei auch an Glaubwürdigkeit.
18গণতান্ত্রিক ফাঁদে থাকা সরকার অনলাইন মিডিয়া সেন্সর করতে পারেন না দীর্ঘকাল ধরে।Regierungen, die sich demokratisch geben, können es sich nicht leisten Netzmedien langfristig zu zensieren.
19কিন্তু যৌনতা আর অন্যান্য খারাপ কাজ থামাতে ওয়েব নিয়ন্ত্রণ অল্প বিরোধিতাই তৈরি করে।Zensur jedoch, die sich gegen Pornografie oder andere unmoralische Dinge richtet, führen nur zu leiser Kritik.
20‘ক্ষতিকর' ওয়েবসাইট বন্ধের এটা সব থেকে কার্যকর পন্থা হয়ে দাঁড়িয়েছে।Das ist zu einem sicheren Trick geworden, um “schädliche” Seiten zu sperren.
21মায়ানমারের ইন্টারনেট নিয়ন্ত্রণ নীতি শাসক জান্তার সব থেকে ভয়ঙ্কর আরোপিত নিয়ম হিসাবে গণ্য হয়েছে কিন্তু ছোট প্যান্ট পরা নারী মডেলদের ছবি পোস্ট করার কারনে দুটি সাপ্তাহিক পত্রিকা নিষিদ্ধ করার সিদ্ধান্ত গণতান্ত্রিক দল থেকে স্বাভাবিক স্তরের প্রতিবাদ জাগায় নি।Die Regulierung in Myanmar wird als drakonische Maßnahme der regierenden Junta gesehen, doch der Beschluss, zwei wöchentliche Journale zu sperren, weil sie weibliche Modells in kurzen Hosen gezeigt hatten führte kaum zu Reaktionen der Demokratie-Aktivisten.
22অনলাইন ডোমেইনে যৌনতা বিশেষ করে যৌনতায় ভরা চিত্র বন্ধ করার বাড়তে থাকা পদক্ষেপ দক্ষিণপূর্ব এশিয়ার দেশসমূহে রক্ষণশীলতার বাড়ন্ত মনোযোগের কারণে হতে পারে।Die aggressive Art, mit der gegen Sex und Sexdarstellungen im Netz vorgegangen wird könnte ein Symptom des Aufstiegs der Konservativen in vielen südostasiatischen Nationen sein.
23এই নৈতিকতার কার্ডে খেলা হচ্ছে জনগণের মধ্যে চাহিদা মতো মনোভাব, চিন্তা আর আচরণ পাওয়ার জন্য যদিও এই কৌশল এলাকার বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিকে অসম্মান জানায়।Die Moralkarte wird ausgespielt um genehme Einstellungen, Meinungen und Verhalten zu generieren, auch wenn diese Strategie die unterschiedlichen Kulturen in dieser Region missachtet.
24ইন্দোনেশিয়া যখন যৌন বিষয়বস্তু বিরোধী আইন পাশ করে, বালির গভর্নর এর বিরোধিতা করেন যেহেতু এটা স্থানীয় ঐতিহ্যের বিরুদ্ধে যেখানে ঐতিহাসিক উলঙ্গ মূর্তি আর উত্তেজনাকর নৃত্য আছে যা মাঝেমাঝে এখনো জনপ্রিয়।Als Indonesien das Pornografie-Gesetz verabschiedetet protestierte der Gouverneur von Bali, da das Gesetz der örtlichen Tradition widerspricht, in der nackte Statuen und erotische Tänze teilweise noch immer beliebt sind.
25যখন ক্যাম্বোডিয়া যৌনতা সম্বলিত ওয়েবসাইট ব্লক করে তার মধ্যে পরে গিয়েছিল রিয়াহু. নেট যার মধ্যে প্রাচীন ঊর্ধ্বাঙ্গে বস্ত্রবিহীন অপ্সরা নর্তকীদের চিত্র ছিল একজন খেমার রুজ সেনার সাথে।Als in Kambodscha Seiten mit sexuellen Inhalten geblockt wurden, war darunter auch reahu.net, wegen künstlerischen Illustrationen von barbusigen Apsara-Tänzerinnen und einem Rote Khamer Soldaten.
26আর একটা সমস্যা হল যে অশ্লীল, অনৈতিক আর খারাপ হিসাবে কি ধরনের ছবি আর কাজ হতে পারে তার অস্পষ্ট সংজ্ঞা।Ein weites Problem ist die vage Definition, wann ein Bild oder eine Handlung pornographisch, unanständig, unmoralisch oder obszön ist.
27ফিলিপাইন্সের কর্মীরা চিন্তিত যে সাইবার ক্রাইম বিল এখন বেআইনি করবে কোন বিষয় আপলোড করা যা সরকারের মনে হবে না ভালো, শালীন বা ঠিক।Filipino Aktivisten sorgen sich, das Netzkriminalitätsgesetz verbiete es Material zu verbreiten, dass nicht der staatlichen Auffassung von Moral entspricht.
28বিভিন্ন সরকার এতদিনে ঐতিহ্যবাহী মিডিয়াতে সেন্সরশিপের খুটিনাটি রপ্ত করে ফেলেছে।Regierungen beherrschten die Mechanismen der Zensur in den traditionellen Medien.
29এখন তারা অনলাইন নিয়ন্ত্রণের সীমা পরীক্ষা করছে।Nun testen sie die Grenzen der Netzzensur aus.
30ইন্দোনেশিয়ার একটি ইন্টারনেট কালোতালিকা প্রয়োগ করার পরিকল্পনা কাছে থেকে দেখা উচিত অঞ্চলে এর কি প্রভাব হয় তা দেখার জন্য।Indonesiens Blacklist-Pläne sollte man beobachten, weil sie einen großen Einfluss auf die Region haben.
31ইন্দোনেশিয়াতে ৪ কোটির বেশী ইন্টারনেট ব্যবহারকারী আছে আর এটাকে এশিয়ার টুইটার রাজধানী বলা হয়।Es gibt mehr als 40 Millionen User in Indonesien, und das Land ist als die Twitterhauptstadt Asiens bekannt.
32যদি ইন্দোনেশিয়া সমর্থ হয় ওয়েবের বিষয়বস্তু ফিল্টার করতে, অঞ্চলের অন্যান্য দেশও হয়ত এই মডেল অনুসরণ করবে।Sollte Indonesien erfolgreich sein mit Webfiltern werden andere Länder der Region wohl nachziehen.
33ওয়েব সেন্সরশিপ কেবলমাত্র তথ্য প্রাপ্তিকে সীমিত করেনা, এটি ইন্টারনেট ব্যবহারকারীদের অনলাইনে একাত্মতা গঠনের ক্ষমতা খর্ব করে।Netzzensur beschneidet nicht nur der Zugang zu Informationen; sie schwächt immer auch die Macht der Internetnutzer sich online zusammenzuschließen.
34আসলেই তরুণদের রক্ষার জন্য সব থেকে ভালো সমাধান হবে তাদেরকে, তাদের বাবা মাকে আর সমাজকে ওয়েব সার্ফ করার সম্ভাব্য বিপদ সম্পর্কে সাধারণ সঠিক শিক্ষা আর প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করা।Um die Jungen und Unschuldigen wirklich zu schützen sollte man ihnen, ihren Eltern und ihrer Gesellschaft gute Bildung und die relevanten Informationen zu den Risiken und Chancen des Internets an die Hand geben.