# | ben | deu |
---|
1 | টর নেটওয়ার্কের কারিগরি দিক, গোপনীয়তা এবং নিরাপত্তার বিষয়গুলো আলোচনা করেছেন অ্যাডভোক্সাররা | Advox-Gespräch zur Technik, Datenschutz und Sicherheit mit Tor |
2 | টর নেটওয়ার্ক আসলে ঠিক কি? | Was genau ist das Tor-Netzwerk? |
3 | টর হচ্ছে এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা যার মাধ্যমে নাগরিকরা সরকারের সেন্সরশিপকে পাশ কাটাতে সক্ষম হন এবং ভিন্নমতাবলন্বীরা বেনামে যোগাযোগ রক্ষা করতে পারেন। | Tor ermöglicht es Bürgerinnen und Bürgern, Zensur durch Regierungen zu umgehen und mit Tor können Regimekritikerinnen und -kritiker anonym kommunizieren. |
4 | এটা কিভাবে কাজ করে? | Wie funktioniert das? |
5 | টর নেটওয়ার্ক স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত বিশ্ব জুড়ে অবস্থিত সার্ভারের একটি সংকলন। | Das Tor-Netzwerk besteht aus mehreren Servern, die über die ganze Welt verteilt sind und hauptsächlich von Freiwilligen gewartet werden. |
6 | নেটওয়ার্কটি ব্যবহারকারীদের সঠিক গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবার পূর্বে বেনামে অন্তত তিনটি টর সার্ভারের মধ্যে ট্রাফিক পাঠিয়ে ইন্টারনেট সংযোগ করতে সাহায্য করে। | Durch das Netzwerk können Nutzerinnen und Nutzer anonym auf das Internet zugreifen, indem der Datenverkehr über mindestens drei Tor-Server geschickt wird, bevor er sein Ziel erreicht. |
7 | এর ফলে ইন্টারনেট পর্যবেক্ষণকারীর কাছে এটা বোঝা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় যে এই ট্রাফিক ঠিক কোথা থেকে আসছে এবং ঠিক কোথায় যাচ্ছে। | Das macht es fast unmöglich, dass jemand das Internet überwacht und nachvollziehen kann, woher der Datenverkehr kommt und wohin er geht. |
8 | এই সংযোগ প্রক্রিয়ায় ব্যবহৃত টর “প্রস্থান নোড” হচ্ছে সার্ভারটির চূড়ান্ত সেট। | Der Austritts-Server (der sogenannte exit node) ist der letzte Server, der bei der Verbindung verwendet wird. |
9 | এখান থেকেই একজন ব্যবহারকারীর ট্রাফিক টর নেটওয়ার্ক থেকে প্রস্থান করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে সংযোগ স্থাপন করে। | Von dort verlässt der Datenverkehr der Nutzerinnen und Nutzer das Tor-Netzwerk und geht in das World Wide Web. |
10 | টর নেটওয়ার্ক “লুকানো সেবা” এর মাধ্যমে ওয়েবসাইট মালিক এবং তাদের ব্যবহারকারীদের অজ্ঞাতপরিচয় থাকতে বিশেষ সাহায্য করে। | Das Tor-Netzwerk betreibt spezielle Seiten, die es beiden Seiten - sowohl denjenigen, die eine Webseite betreiben als auch die Nutzerinnen und Nutzer dieser Seite - erlaubt, durch versteckte Dienste (hidden services) anonym zu bleiben. |
11 | সন্ত্রাসীরা মাদক কেনাবেচার মত অপরাধী কর্মকাণ্ডের জন্য অবশ্য “লুকানো সেবা” ব্যবহার করে, কিন্তু টর কমিউনিটি বলছে, এই ধরণের ট্রাফিক ব্যবহারকারীর সংখ্যা শতকরা ৪ ভাগেরও কম। | Versteckte Dienste wurden von Kriminellen für kriminelle Aktivitäten wie den Verkauf von Drogen verwendet, aber die Tor-Community schätzt, dass so etwas weniger als vier Prozent des Datenverkehrs im Tor-Netzwerk ausmacht. |
12 | ব্লগাররা বেনামে এবং নিরাপদে ব্লগ করতে লুকানো পরিষেবাগুলো ব্যবহার করেন। | Bloggerinnen und Blogger nutzen versteckte Dienste, um anonym und sicher zu bloggen. |
13 | মানবাধিকার রক্ষাকর্মীরা এই ক্ষেত্রে লিকিং বা ফাঁস হওয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মিডিয়ার সাথে তথ্য আদান প্রদান করে থাকেন। | Menschenrechtsaktivistinnen und -aktivisten geben auf diese Art über Leaking-Plattformen Informationen an die Medien weiter. |
14 | ওয়াশিংটন পোস্ট একটি ব্যবহার করে, যেমনটি করে থাকে অনেক মানবাধিকার সংগঠন। | Die Washington Post greift auf sie zurück und auch viele Menschenrechtsorganisationen. |
15 | গ্লোবাল ভয়েসেসের ইরানি সম্পাদক মাশা আলিমারদানি টর এর বিভিন্ন টুল বা সম্ভার, এর ব্যবহার এবং এটির বিতর্কের দিকগুলো বুঝতে ইরানের টর প্রস্তুতকারী নিমা ফাতেমী ও টরের যোগাযোগ পরিচালক, সক্রিয় কর্মী কেট ক্রুস এর সঙ্গে নীচের ভিডিওতে আলোচনা করেছেন। | Um diese Anwendungen und die Kontroversen hierzu besser zu verstehen, spricht die Global Voices-Redakteurin für den Iran, Mahsa Alimardani, in diesem Video (auf Englisch) mit dem iranischen Tor-Entwickler Nima Fatemi und der Aktivistin und mit der Kommunikationsbeauftragten von Tor, Kate Krauss. |
16 | উপরে টর নিয়ে নিমার তৈরি একটি সুন্দর ভিডিও টিউটোরিয়ালও দেখুন। | Das Video oben ist auf Deutsch und eine informative Video-Anleitung von Nima. |