Sentence alignment for gv-ben-20140702-43904.xml (html) - gv-deu-20140626-22225.xml (html)

#bendeu
1প্যালেস্টাইন: প্রতিদিনের জীবনযাপন ছবিতে বন্দীPalästina: Den Alltag abbilden
2আপনি কি জানেন যে ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনে ৮ লক্ষ জলপাই গাছ শিকড় সহ উপড়ে ফেলা হয়েছে ?Alle Links in diesem Artikel führen, soweit nicht anders gekennzeichnet, zu englischsprachigen Webseiten.
3এটি প্রায় ৩৩ টি কেন্দ্রীয় উদ্যান ধ্বংস করে দেয়ার সমান।Wem ist bekannt, dass seit 1967 in Palästina 800.000 Olivenbäume entwurzelt wurden?
4আপনি কি জানেন, পশ্চিম তীরে একজন ফিলিস্তিনির জন্য প্রতিদিন মাত্র ৭০ লিটার পানি বরাদ্দ দেয়া হয় ?Das entspricht der Zerstörung von 33 New Yorker Central Parks.
5যদিও জাতিসংঘ একজন মানুষের জন্য প্রতিদিন কমপক্ষে ১০০ লিটার পানি বরাদ্দ রাখার পরামর্শ দিয়ে থাকে।Wer weiß, dass Palästinensern in der Westbank nur 70 Liter Wasser pro Tag zugeteilt werden, obwohl das von den Vereinten Nationen empfohlene Minimum 100 Liter pro Tag sind?
6যুক্তরাজ্যের জনগণ প্রতিদিন ১৫০ লিটার পানি পেয়ে থাকে।Bürger in Großbritannien profitieren von 150 Litern pro Tag.
7আপনি কি আরও জানেন যে শরনার্থী ছাড়াও ফিলিস্তিনি জনগণের আরও ৫ ধরনের পরিচয় পত্র আছে? এগুলোর মাঝে ৪ টি পরিচয় পত্রই ইসরায়েলী সরকার ইস্যু করে থাকে।Und wer weiß schon, dass - abgesehen der Flüchtlinge - Palästinenser fünf verschiedene Arten von Ausweisen kennen, von denen vier durch die israelische Regierung ausgestellt werden?
8জনগণ কোথায় বাস করতে পারবে, তারা কোন কোন সেবা পাবে এবং রাজনৈতিক ব্যবস্থাতে তারা কীভাবে অংশ গ্রহণ করবে এসব কিছুরই একটি নির্দিষ্ট সীমানা তৈরি করে দেয়া হয়েছে।
9ফিলিস্তিনিদের দৈনন্দিন বাস্তব জীবন খুব জটিল - যা একজন বাইরের লোকের পক্ষে বুঝতে পারা আরও কঠিন।Das System schränkt ein, wo Menschen leben, auf welche Dienstleistungen sie zurückgreifen dürfen und wie sie am politischen System teilnehmen können.
10“ফিলিস্তিন/ইসরাইলের একটি বাস্তব তথ্য পূর্ণ সত্য-ভিত্তিক গল্প বর্ননা করতে সৃজনশীল ভিজুয়াল” তৈরি করে ফিলিস্তিনিদের এই কথাগুলো ছড়িয়ে দেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ভিজুয়ালাইজিং প্যালেস্টাইন।
11কাজটি ‘ডয়েচ ভেলে সেরা ব্লগ লেখা প্রতিযোগিতা'য় সামাজিক কাজের জন্য তাদের পুরস্কার এনে দিয়েছে।Die Realität des Alltags ist für Palästinenser komplex und für einen Außenstehenden schwer zu verstehen.
12আবেদনময় একটি ইনফোগ্রাফিক্সে রুপান্তরিত করতে দুষ্পাচ্য তথ্য এবং জটিল বর্ণনাকে অনলাইন অথবা অফলাইন যেকোন প্রচারাভিযানে ব্যবহার করতে আরও সহজবোধ্য করে তোলা হচ্ছে।Aber das Projekt “Visualizing Palestine” nahm sich dieser Herausforderung an, dies bekannt zu machen und “kreative Visualisierungen” zu schaffen, “die auf Grundlage der tatsächlichen Rechtslage die Lebenssituation in Palästina/Israel beschreiben”.
13কাঙ্ক্ষিত জনগোষ্ঠীর কাছে যেন আরও সহজে পৌঁছানো যায় সে লক্ষে তাদের বার্তাগুলোকে আরও শক্তিশালী করা এই প্রকল্পটির অন্যতম একটি লক্ষ্য।Ihr Werk hat ihnen die Auszeichnung der Jury des Wettbewerbs Best of the Blogs [de] der Deutschen Welle in der Kategorie “Social Activism” eingebracht.
14এর ফলে এই তথ্যের প্রভাব আরও বিস্তৃত হবে। অনেকগুলো পথে এবং একটি ক্রিয়েটিভ কমন্স কপিরাইটের সাহায্যে এই ভিজুয়ালগুলোতে প্রবেশ করা যাবে।In Form ansprechender Infografiken werden schwer verdauliche Daten und komplizierte Details verständlich und können für Kampagnen online oder offline genutzt werden.
15ভিজুয়ালগুলো বেশ কয়েকটি ভাষায় অনুবাদ করা হয়েছে। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে দলটির প্রথম প্রচার কাজ প্রকাশিত হওয়ার পর থেকে এটি সবার মনোযোগ কেড়ে নেয়।Zum Ziel des Projekts gehört es auch, ihre Botschaften besser an ihre Zielgruppen zu bringen und damit die Wirkung dieser Informationen zu erhöhen.
16হাফিংটন পোস্ট, ফাস্ট কোম্পানি, আল-জাজিরা ইংরেজী এবং ওপেন ডেমোক্রেসি সহ অন্যান্য অনেক আন্তর্জাতিক প্রকাশনায় দলটির কাজ তুলে ধরা হয়েছে।Die Visualisierungen, die in vielfacher Form verfügbar sind und dem Urheberrecht der Creative Commons unterliegen, wurden in eine Reihe von Sprachen übersetzt. Identitätskrise: Das israelische Ausweissystem, Visualizing Palestine & Conor McNall (CC BY-NC-ND).
17সর্বশেষ ছবিটি পাওয়া জন্য তাদের এই প্রক্রিয়াটি সব শেষে ৮টি ধাপে বর্ননা করা হতে পারেঃ ১. চিহ্নিত করণঃ নতুন দিক নির্দেশনা এবং ধারণা চিহ্নিত করা5 Broken Cameras [Filmtitel]: Mit dem Widerstand von Bil'in groß werden, Naji Elmir, die Infografik bezieht sich auf den Dokumentarfilm unter demselben Titel (CC BY-NC-ND).
18২. গবেষণা: অশোধিত তথ্য সংগ্রহ করা এবং তথ্য সূত্রগুলো যাচাই করে দেখা।Zu Khader Adnans Hungerstreik im Protest über seine Inhaftierung, ohne dass Anklage erhoben wurde, Naji El Mir (CC BY-NC-ND).
19৩. গল্পঃ একটি আকর্ষণীয় গল্পে রুপান্তরিত করা ৪. সংক্ষিপ্তঃ সংক্ষেপে অনুবাদ করাDer Prozess, der durchlaufen wird, um das endgültige Bild zu erhalten, kann in acht Schritten zusammengefasst werden:
20৫. নকশাঃ ভিজুয়াল উপায়ে প্রকাশ করতে ডিজাইনারদের নিয়োগ করা ৬. মান নিশ্চিত করতে কাজের পরীক্ষা নিরীক্ষা করাAlle verwendeten Quellen werden genau dokumentiert auf der Webseite von Visualizing Palestine, was besonders wichtig ist, da verlässliche Quellen es erschweren, die dargestellten Informationen anzufechten.
21৭. অনলাইনে কাজটিকে প্রকাশ করা ৮. পরিমাপ করাঃ এটির প্রভাব এবং দ্রুত ছড়িয়ে পড়া পথ অনুসরন করা800.000 Olivenbäume entwurzelt, das sind 33 Central Parks, Polypod und Philippe Ghabayen (CC BY-NC-ND).
22ভিজুয়ালাইজিং ফিলিস্তিন ওয়েবসাইটে ব্যবহৃত সকল সূত্রের নথি তৈরি করে রাখা হয়েছে - বিশেষকরে, নির্ভরযোগ্য সূত্রের মতো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো প্রদর্শিত তথ্য ভুল প্রমাণ করার কাজটিকে তা আরও কঠিন করে তুলেছে।
23ভিজুয়ালাইজিং ফিলিস্তিন হচ্ছে ভিজুয়ালাইজিং ইম্প্যাক্ট এর একটি প্রকল্প।So enden 30 Milliarden US-Dollar amerikanischer Militärhilfe an Israel - Waffen, Naji Elmir und Polypod (CC BY-NC-ND).
24প্রচারাভিযান পরিচালনাকারী এবং সক্রিয় কর্মীদের জন্য ডাটা ভিজুয়ালাইজেশন এবং ডাটা এনিমেশন তৈরি করতে প্রকল্পটি কাজ করছে।Visualizing Palestine ist eine Initiative des Projekts Visualizing Impact, das daran arbeiten, Datenvisualisierungen und -animationen für Kampagnen und Aktivisten zu schaffen.