Sentence alignment for gv-ben-20100719-11722.xml (html) - gv-deu-20100712-2105.xml (html)

#bendeu
1আরব বিশ্ব: বিশ্বকাপের ফাইনাল নিয়ে ভাবনাNaher Osten: World Cup – Schlussgedanken
2গণক অক্টোপাস পলের ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছে এবং স্পেন ২০১০ বিশ্বকাপের ফাইনালে জয়ী হয়ে শিরোপা জিতেছে।Der übernatürliche Tintenfisch Paul hatte Recht und Spanien gewann den World-Cup, der vor einigen Minuten in Südafrika zu Ende ging.
3আরব বিশ্বের কয়েকজন টুইটার ব্যবহারকারী বিশ্বকাপের ফাইনাল খেলা এবং পুরো প্রতিযোগিতা নিয়ে তাদের চিন্তা কি ছিল তা আমাদের জানাচ্ছে।In der arabischen Welt unterhielten sich Twitter Benutzer über das Finale und das Turnier insgesamt.
4বিশ্বকাপের ফাইনাল খেলায় স্পেন মুখোমুখি হয় নেদারল্যান্ডের যে খেলাটি অতিরিক্ত সময় পর্যন্ত গড়ায়, অতিরিক্ত সময়ের আন্দ্রেস ইনিয়েস্তার করা গোলে স্পেন জয়লাভ করে।Spanien stand im Finale den Niederlanden gegenüber und bei der Verlängerung erzielte Andres Iniesta das Siegestor.
5একজন টুইটার ব্যবহারকারীর কাছে বিশ্বকাপের আওয়াজের-এর ইতি ঘটা এক গুরুত্বপূর্ণ উন্নতি।Für einen Twitter Benutzer signalisierte das Ende der WM eine wichtige Entwicklung.
6মানসুর ফেকরি বড় হাতের অক্ষরে টুইট করেছেন:Mansour Fekry tweets in Großbuchstaben:
7আর ভুভুজেলার আওয়াজ শোনা যাবে না।KEINE VUVUZELA MEHR
8এই বিশ্বকাপে ভুভুজেলার ব্যবহার তীব্র বিতর্কের সৃষ্টি করে, এটি দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের খেলা দেখতে আসা উপস্থিতি দর্শক ও সারা বিশ্বের টিভি দর্শকদের মাঝে বিভক্তি সৃষ্টি করে।Die Vuvuzelas sind bei den Besuchern und TV-Zuschauern auf der ganzen Welt unter Beschuss geraten.
9ইজরায়েলি নাগরিক কারমেল ভাসিমান খেলার পূর্বে বাজীর দর বাড়িয়ে দিয়ে ঘোষণা দিয়েছিলেন:Der Israeli Carmel Vaisman kündigte vor dem Spiel an:
10এর আগের লেখায় জানিয়েছিলাম বিশ্বকাপের এই দুটি দেশের একটিকে সম্ভব্য বিজয়ী হিসেবে বিবেচনা করেছিলাম।Für meinen Post-Doktorand wähle ich das Siegerland aus.
11চলুন বাজীর পরিমাণ বাড়িয়ে দেই। আজ রাতে কে জিতবে তার উপর আমি তা প্রয়োগ করব।Ich erhöhe den Einsatz: Ich werde mich in dem Land, das heute Abend gewinnen wird, bewerben!
12ইনিয়েস্তার জয়সূচক গোল ভালো সংবাদ ঘোষণা এবং বিজয় উল্লাস সৃস্টি করেছে, এবং কারমেল টুইট করেছে:Der Siegestreffer von Iniesta verbreitete gute Nachrichten und eine triumphierende Carmel tweetet:
13আমি তা জানতাম।Ich hab's gewusst!
14এর আগের লেখায় এটি ছিল বার্সেলোনার কথা।Post-Doktorand in Barcelona ist es.
15ইনিয়েস্তা তোমাকে ধন্যবাদ।Vielen Dank Iniesta.
16সংযুক্ত আরব আমিরাত থেকে সুলতান আল কাশেমি টুইট করেছে:Aus den VAE tweetet Sultan Al Qassemi:
17নিরাপদ এবং সুন্দর গোছানো এক বিশ্বকাপের আয়োজন করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রতি রইলো শ্রদ্ধা।Hut ab vor Südafrika für einen sicheren und gut organisierten World Cup.
18যদিও এর খেলাগুলো ছিল বিরক্তিকর, কিন্তু এটাতো দক্ষিণ আফ্রিকার দোষ না।Die Tatsache, dass es meistens langweilig war, ist nicht ihre Schuld.
19বাহরাইন থেকে উত্তেজিত ফারুক বশির জোরে আওয়াজ তুলেছে:Ein aufgeregter Farukh Bashir aus Bahrain schreit:
20স্পেনননননননননননন বিজয়ী!!!Spaaaaaaniiiiiiennnnnn hat gewonnen!
21প্যালেস্টাইনের রাশেদ বেদুসি আরব বিশ্বের স্বপ্নের কথা জানাচ্ছে:Der Palästiner Rasheed Bedusi hat einen Traum für die arabische Welt:
22যোগ্যদল হিসেবে বিশ্বকাপ বিজয়ী স্পেনকে অভিনন্দন এবং আমি আশা করছি একদিন আরব দেশের মাঝ থেকে আমি কাউকে বিশ্বকাপ বিজয়ী হিসেবে পাব।Herzlichen Glückwunsch an Spanien für einen verdienten Sieg und ich hoffe, dass wir eines Tages einen arabischen Champion haben werden.
23পল নামের অক্টোপাসটি আলোচনায় উঠে এসেছে।Der Tintenfisch Paul bekam ebenfalls seinen Teil im Rampenlicht.
24সউদি আরবের টুইটার ব্যবহারকারী সালেহ আলশেবলি বিস্মিত:Saudi Twitter Nutzer Saleh Alshebil wundert sich:
25আমি বিস্মত যে পল নামের অক্টোপাসটির ক্ষেত্রে অনলাইন নিলাম প্রতিষ্ঠান ইবেইতে তার জন্য কত টাকা মূল্য প্রদান করা হবে?Ich frage mich, wieviel Paul, der Octopus, bei eBay einbringen würde?
26পাশ্চাত্যের দৃষ্টিতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের রূপকার হিসেব যাকে উল্লেখ করা হয় সেই ওসামা বিন লাদেনকে উল্লেখ করে মিচু১০ জিজ্ঞেস করেছে:Und in Bezug auf den Terror-Drahtzieher Osama bin Laden, fragt Michu10:
27পল ওসামা কোথায়?Paul, wo ist Osama?
28তবে কুয়েতি রাশেদ আলরুমি ইতোমধ্যে পরবর্তী বিশ্বকাপের খোঁজ খবর করছে।Kuwaiti Rashed Alroomi freut sich bereits auf den nächsten World Cup.
29তিনি জিজ্ঞেস করেছেন:Er fragt:
30বন্ধুরা পরবর্তী বিশ্বকাপ যেন কোথায় অনুষ্ঠিত হবে ???Leute, nächster World Cup wo???