Sentence alignment for gv-ben-20100125-8981.xml (html) - gv-deu-20100124-1584.xml (html)

#bendeu
1আজারবাইযান: ভিডিও ব্লগার দুই তরুণ এক্টিভিস্টকে জেলে বন্দি রাখার কারণে লন্ডন ও প্যারিসে বিক্ষোভ প্রদর্শনAserbaidschan: Demonstrationen in London und Paris für inhaftierte Video-Blogging Jugend-Aktivisten
2যে দিন বন্দি তরুণ ব্লগিং এক্টিভিস্ট আদনান হাজিজাদে এবং এমিন মিলির আবেদনের শুনানি হবার কথা ছিল, সেদিন এই দুই ব্যক্তির সমর্থকরা লন্ডন ও প্যারিসে অবস্থিত আজারবাইযান দুতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে। এই বিচারকার্য সেদিন আদালত স্থগিত ঘোষণা করা হয়, কিন্তু এবার অভিযুক্তদের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এটি করা হয়।Am selben Tag, an dem der Gerichtstermin für das Berufungsverfahren der beiden Jugend-Aktivisten Adnan Hajizade und Emin Milli verschoben wurde, diesmal auf Antrag der Verteidigung, protestierten Anhänger der beiden Männer vor den Botschaften von Aserbaidschan in London und Paris.
3ফ্রান্সের বিক্ষোভ প্রদর্শনীর আয়োজন করেছিল অভিযুক্তদ্বয়ের সমর্থকদের সাথে যৌথভাবে সীমান্তবিহীন সাংবাদিকের দল। এদিকে, সোশাল মিডিয়া বা সামাজিক প্রচারমাধ্যমের গুরু ড্যান ম্যাককুইলান লন্ডনের বিক্ষোভ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।Die Demonstration in Frankreich wurde gemeinsam mit Reporter ohne Grenzen organisiert, während der Medien-Guru Dan McQuillan bei der Demonstration in London dabei war.
4@ড্যানম্যাককুইলান, #এমিনআদনানের জন্য অনুষ্ঠিত লন্ডনের এই বিক্ষোভ প্রদর্শনী বৃষ্টিতে ভিজে যাচ্ছে।sehr nass bei der Demo in Londo für #EdninAdnan.
5আমি এই বৃষ্টি উপভোগ করার চেষ্টা করছি, কারণ বন্দিরা কখনোই এই বৃষ্টি উপভোগ করতে পারবে না।Ich versuche mich darüber zu freuen, schließlich fühlen Häftlinge ja niemals den Regen…
6প্যারিসের বিক্ষোভ প্রদর্শনী © এহসান মালিকির তোলা, এটি আদনান হাদিজাদে এবং এমিন মিলি সমর্থক কমিটির অনুমতিক্রমে প্রকাশ করা হল।danmcquillan Paris Demonstration © Ehsan Meliki, mit Genehmigung des Adnan Hajizade und Emin Milli Support Committee
7ইউরোপীয় ইউনিয়নের সভাপতি, ইউরোপীয় সংসদের সংসদীয় সম্মেলন (পার্লামেন্টারি এ্যাসেম্বিলি অফ দা কাউন্সিল অফ ইউরোপ বা পিএসিই), ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা প্রতিষ্ঠান (অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোপারেশন ইন ইউরোপ বা ওএসসিই) মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এবং সীমান্তবিহীন সাংবাদিকের দল এই বিচারের নিন্দা জানিয়েছেন।Die Präsidentschaft der Europäischen Union, die Parlamentarische Versammlung des Europarates (PACE), die Organisation für Sicherheit und Zusammenarbeit in Europa (OSZE), Human Rights Watch und Reporter ohne Grenzen haben das Urteil abgelehnt.
8এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উভয় বন্দিকে ‘বিবেকের বন্দি' বলে অভিহিত করেছে।Amnesty International erklärte, beide Männer seien politische Häftlinge.
9এই বিচারের প্রেক্ষাপট গ্লোবাল ভযেসেস অনলাইনের ককেশাস এলাকার উপর করা ২০০৯ সালের ব্লগ পর্যালোচনায় পাওয়া যাবে এবং একই সাথে তা থ্রেটেন ভয়েসেসে রয়েছে।Hintergründe zu diesem Fall sind in Global Voices Online Caucasus 2009 Blog Review und bei Threatened Voices zu finden.