# | ben | deu |
---|
1 | দক্ষিন পূর্ব এশিয়াঃ সংবাদে কুমীর | Südostasien: Krokodile in den Nachrichten |
2 | দক্ষিন ফিলিপিন্সের একটি অতিকায় কুমীর এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ার বন্যা প্লাবিত অঞ্চলের কুমীর গুলোর সংবাদ দক্ষিণ পূর্ব এশিয়ার শেষ কয়েক মাসের সংবাদের শীর্ষে ছিল। | [Alle Links in diesem Artikel führen zu englischsprachigen Seiten.] Ein riesiges Krokodil in den südlichen Philippinen und Krokodile im Flutwasser Thailands und Kambodschas waren im letzten Vierteljahr unter den wichtigsten Neuigkeiten in Südostasien. |
3 | ললং নামের অতিকায় কুমীরটিকে দক্ষিন ফিলিপিন্সের অগসান দেল সুর প্রদেশে ধরা হয় এবং প্রতিদিন ৫০০ এরও বেশি লোক কুমীরটিকে টেনে নিয়ে বুনাওয়ান ইকোপার্ক এন্ড রিসার্চ সেন্টারে স্থানান্তর করে। | Das riesige, Lolong genannte Krokodil wurde in der Provinz Agusan del Sur in den südlichen Philippinen gefangen und in den Bunawan Eco-Park und dessen angegliedertes Forschungszentrum gebracht, wo es jeden Tag mehr als 500 Besucher anlockt. |
4 | ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দল ধৃত অবস্থায় লবনাক্ত পানির সর্ববৃহৎ কুমীর হিসেবে ললং-কে নিশ্চিত করে যদিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের দাপ্তরিক স্বীকৃতির জন্য আরও অর্ধেক বছর পেরিয়ে যায়। | Der Besuch eines Teams von National Geographic bestätigte Lolongs Status als größtes in Gefangenschaft lebendes Salzwasserkrokodil, obwohl es noch ein halbes Jahr warten muss, bevor das Guinness-Buch der Weltrekorde dies anerkennt. |
5 | এবছর ফেসবুকে সর্বাধিক শেয়ারকৃত গল্পের তালিকার মধ্যে ললংকে আটকানোর ঘটনা শীর্ষ ৯ -এ অবস্থান করছে। | Lolongs Gefangennahme war das neunt beliebteste Thema in der Liste der am häufigsten mit anderen geteilten Storys auf Facebook |
6 | অনলাইন আলাপ-আলোচনায় ফিলিপিনোরাও ললং এর গল্পকে চলতি বিষয় হিসেবে তাঁদের ইন্টারনেটে শেয়ার করেছে। | Die Philippiner verfolgten ebenfalls die Geschichte von Lolong und ihre Online-Unterhaltungen machten das Riesenkrokodil zu einem heißen Thema im Internet. |
7 | ফিলিপিনো রাও ললং কে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের সাথে তুলনা করেছে। | Die Philippiner verglichen Lolong mit korrupten Politikern, die sie als größere ‘Krokodile' in der Regierung bezeichneten. |
8 | দুর্নীতিবাজ রাজনীতিকদের তাঁরা সরকারের বড় ‘কুমীর' বলে মনে করে। | Foto von Lolong, dem gröβten in Gefangenschaft lebenden Krokodil der Welt |
9 | গত অর্ধ শতাব্দির মধ্যে সংগঠিত থাইল্যান্ডের সবচাইতে বাজে বন্যায় ৬০০-এর ও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজারও অধিবাসী ও শ্রমিক তাঁদের বাড়ি ও কারখানা থেকে বাস্তুচ্যুত হয়েছে। | Die schlimmsten Überschwemmungen in Thailand in den letzten fünfzig Jahren kosteten mehr als 600 Menschen das Leben und vertrieben tausende von Einwohnern und Arbeitern aus ihren Häusern und Fabriken. |
10 | এ বন্যা বিপর্যয়ে দেশটির ৩০০০ কুমীর খামারও ভেসে গেছে। | Die Flutkatastrophe überschwemmte auch die geschätzten 3000 Krokodilfarmen des Landes. |
11 | বানভাসী পার্ক ও খামারগুলো থেকে পালিয়ে জনগণকে সতর্ক করার জন্য বন্যা সতর্কীকরণের পাশাপাশি কর্তৃপক্ষ ও প্রচার মাধ্যমগুলো কুমীর বিষয়ক সতর্কতা জারী করে। | Neben Flutwarnungen veröffentlichten die Behörden und Medien also auch Krokodilwarnungen, um die Bevölkerung daran zu erinnern, nach Krokodilen Ausschau zu halten, die aus den überschwemmten Parks und Farmen abgehauen waren. |
12 | এখানে কিছু কুমীর সংক্রান্ত তথ্য ও সংবাদ প্রতিবেদন: চোনবুরির মিলিয়ন ইয়ারস স্টোন পার্ক ও পাত্যায়া কুমীর খামার থেকে কুমীর পালিয়েছে। | Hier sind einige Sichtungen und Berichte von Krokodilen: In Chonburi entwischten Krokodile aus dem Million Years Stone Park & der Pattaya Crocodile Farm. |
13 | পার্কের প্রধান এ ঘটনার চার দিন পর জানান যে ২৯ টিকে তাঁরা আটকাতে পেরেছেন, যদিও অনেকগুলো এখনও নিখোঁজ রয়েছে। | Nach vier Tagen sagte der Parkchef, dass sie 29 Krokodile wieder eingefangen hätten, aber einige noch vermisst würden. |
14 | পলাতক সরীসৃপের খোঁজ জানাতে পারলে পার্ক কর্তৃপক্ষ ৫০০০ বাথ পুরস্কার প্রদান করবে বলে ঘোষণা দিয়েছে। | Der Park kündigte an, dass eine Belohnung von 5000 Baht für diejenigen ausgesetzt werde, die Informationen bezüglich des Aufenthaltsorts der entflohenen Reptilien hätten. |
15 | প্রাচীন নগরী আয়ুথথায়া-তে বন্যার সময় খামার থেকে প্রায় ১০০ কুমীর পালিয়ে গেছে, প্রতিটি কুমীর জীবিত ধরতে পারলে খামার কর্তৃপক্ষ ১,০০০ বাথ পুরস্কার প্রদান করবে। | In der historischen Stadt Ayutthaya entwischten während der Überschwemmungen etwa 100 Krokodile von Farmen und die Behörden haben ein Kopfgeld von 1000 Baht auf jedes lebend gefangene Krokodil ausgesetzt. |
16 | ব্যাংককের কাছের কুমীর খামারও বানের জলে ভেসে গেছে। কুমীর নিখোঁজের খবরটি শোনার সাথে সাথে খামারের আশে-পাশের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। | Krokodilfarmen in der in der Nähe von Bangkok wurden ebenfalls überschwemmt und Anwohner schnell in Angst und Schrecken versetzt, als sie von den vermissten Krokodilen erfuhren. |
17 | বন্যার জল কমে এলে কুমীর গুলোকে শুকনো মাটিতে খাবার সন্ধানে দেখতে পাওয়া যায়। | Seit die Fluten sich zurückzogen, hat man Krokodile in trockenen Gebieten gefunden, wo sie nach Nahrung suchen. |
18 | ব্যাং বুয়া থং জেলায় ৫০ সেন্টিমিটার জলমগ্ন সয়েতে (রাস্তায়) একটি কুমীর দেখতে পাওয়া যায়। | Im Stadtteil Bang Bua Thong wurde ein Krokodil in einer Seitenstraβe gefunden, die 50 Zentimeter tief unter Wasser stand. |
19 | সিয়েম রিপে পলাতক কুমীর, ছবি ট্রিপল জে মর্নিংস | Entflohenes Krokodil in Siem Reap. Foto von triple j Mornings |
20 | কম্বোডিয়াও দশকের সবচাইতে বাজে বন্যায় আক্রান্ত হয়েছিল। বন্যা প্লাবিত রাস্তায় কুমীরের উপস্থিতির বিষয়ে ট্রিপল জে মর্নিংস ফেসবুকে লিখেন। | Kambodscha erlitt ebenfalls eine Flutkatastrophe, bei der es sich Berichten zufolge um die schlimmste des letzten Jahrzehnts handelt. triple j Mornings vermeldete auf Facebook die Präsenz von Krokodilen in einigen der überschwemmten Straßen. |
21 | ওহ হাই পালস! | Hallo Leute! |
22 | সুন্দর ভুমি, চমৎকার মানুষ, আর অতুলনীয় সব খাবার খেয়ে এক সপ্তাহ পর কম্বোডিয়া থেকে ফিরলাম। | Zurück aus Kambodscha, ein schönes Land, wo ich eine Woche verbracht habe, mit wunderbaren Einwohnern und umwerfendem Essen. Und Überschwemmungen. |
23 | বন্যা ও স্মরণাতীত কালের ভেজা মৌসুমে সিয়েম রিপ আক্রান্ত, এর ফলে… কাছের খামার থেকে পলাতক একটি কপুলা কুমীর শহরের রাস্তায় হাঁটছে। | Siem Reap erlitt seine stärkste Regenzeit seit Menschengedenken, was einige Konsequenzen hatte…Zum Beispiel, dass einige Krokodile von einer Farm in der Nähe entwischten und durch die Straßen der Stadt paddelten. |
24 | বিশ্বাস কর আগামীকাল আরও কম প্রাণবন্ত অ্যাডভেঞ্চার নিয়ে তোমার সাথে দেখা করব। | Glaubt mir einfach. Bis morgen zu weniger bissigen Abenteuern! |