# | ben | deu |
---|
1 | কলম্বিয়া: বাস্তবের সুপার হিরো যিনি | SuperPan, ein kolumbianischer Held kommt wie gerufen |
2 | ভেসপায় চড়ে আছেন সুপার প্যান। স্ক্রিনশট নেয়া হয়েছে ইউটিউব থেকে। | SuperPan auf seinem Motorroller, Video-Screenshot des Nutzers Súper Pan (Youtube). |
3 | বাস্তবের সুপার হিরোর খোঁজ মিললো কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে। তিনি সেখানে ক্ষুধা আর দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছেন। | In der kolumbianischen Stadt Bucaramanga, Hauptstadt der Provinz Santander, lebt ein echter Superheld, der unter dem Namen Pancracio Levadura [etwa Pankraz Backhefe] oder einfach “SuperPan” [Pan ist Spanisch für Brot], agiert. |
4 | তার নাম প্যানক্রাসিয়ো লেভাদুরা। নামের অংশবিশেষ ‘প্যান'-এর বাংলা মানে হলো রুটি। | Der Mann hinter der Maske weigert sich, seine wahre Identität preiszugeben und sein Kampf gilt dem Hunger und der Armut. |
5 | তবে বেশিরভাগ মানুষ তাকে সুপার প্যান নামেই চেনে। | Auf seiner Facebook-Seite [es] schreibt er: |
6 | ভেসপায় চড়ে মাস্ক পরে চলাফেরা করেন তিনি। | Guten Morgen liebe Pan-Gemeinde! |
7 | সেনাল রেডিও কলম্বিয়ার তথ্যমতে, তিনি প্রতি সোম, বুধ এবং শুক্রবার সকালে গৃহহীন ক্ষুধার্ত মানুষের মাঝে ৫০ পিস রুটি এবং ৫০ বোতল জুস বিলি করেন। | |
8 | সুপার হিরো নিজের আসল পরিচয় দিতে অনীহা প্রকাশ করেছেন। | […] Entschuldigt, wenn ich nicht sofort auf die Nachrichten antworte, aber es sind mehr als 300 eingegangen! |
9 | তবে তিনি ফেসবুকে সক্রিয়। | Ich weiß, das ist ein Segenregen. |
10 | তিনি সেখানে লিখেছেন: শুভ সকাল, রুটি প্রেমীরা! | Ich bin sehr ergriffen, denn ich weiß, dass die Hilfen sich vermehren werden wie Backhefe. |
11 | […] আমি ঠিকঠাকমতো আপনাদের প্রশ্নে উত্তর দিতে না পারায় দু:খিত। | Sprecht zu Gott, handelt nach seinem Willen und alles, alles! wird sich zum Guten wenden. |
12 | আমি ইতোমধ্যে ৩০০'র বেশি বার্তা পেয়েছি। | Ich sende euch Gottes Segen und eine dicke Umarmung mit Beigabe! |
13 | আপনাদের আর্শীবাদ সম্পর্কে আমি অবহিত আছি। | […] Danke für eure schönen Worte… ich liebe euch! |
14 | আমি খুব আনন্দিত যে আপনারা সবাই এতে অংশ নিতে চেয়েছেন। আপনাদের অংশগ্রহণ একে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। | Verschiedene Websites haben über ihn berichtet und ihm Artikel gewidmet, so wie der Radiosender Señal Radio Colombia, der uns einige Einzelheiten [es] zu den Aktivitäten dieses einzigartigen Superhelden verrät: |
15 | সবকিছুই মহান ঈশ্বরের কৃপায় হয়েছে। সবকিছু ভালোর জন্য পরিবর্তন হবে। | Jeden Montag-, Mittwoch- und Freitagvormittag taucht er auf, mit fünfzig Broten und fünfzig Säften, die er an die Obdachlosen verteilt. |
16 | আমি সবাইকে আমার তরফ থেকে সুভাশীষ জানাচ্ছি। | […] Sein Slogan ist: “Der Kampf um das tägliche Brot.” |
17 | সুন্দর সুন্দর বার্তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার জন্য ভালোবাসা রইলো। | Die Sonntagsbeilage der Zeitung “El Frente” [es] informiert ebenfalls über seine Taten: |
18 | দরিদ্র এবং ক্ষুধার্ত মানুষের জন্য তার এই প্রচেষ্টা মিডিয়ার মনোযোগ আকর্ষণ করেছে। | |
19 | দ্য সানডে সাময়িকী লিখেছে: বুকারামাঙ্গার মানুষের জন্য সুপার হিরোর জনকল্যাণমূলক কাজ সবার কাছে অনন্য উদাহরণ স্থাপন করেছে। | Die wohltätige Aktion hat diesen maskierten Superhelden zu einem echten Vorbild für die Einwohner Bucaramangas gemacht, welche keine Gelegenheit auslassen, um sich ihm zu nähern und ihre Hilfe anzubieten, oder ihm zu danken, was das vorrangige Ziel von ‘Pancracio Levadura' - bekannter unter dem Namen ‘SuperPan' - ist. |
20 | অনেকে তাকে ধন্যবাদ জানিয়েছেন, তাকে সহযোগিতা করতে চেয়েছেন, যা সুপার প্যানের উদ্দেশ্য সফল করতে সাহায্য করবে। […] সুপার প্যানের ঢিলেঢালা জামা থাকলেও তিনি উড়ে চলেন না। | […] Obwohl `SuperPan´ ein Cape trägt, fliegt er nicht, sondern benutzt seinen Motorroller als Transportmittel zu all den Orten, zu denen ihn Gott führt, um Brot und Kaffee an die Bedürftigsten der Hauptstadt von Santander zu verteilen. |
21 | তিনি মোটরসাইকেলে চড়ে সব জায়গায় যান। | In diesem YouTube-Video [es] können wir “SuperPan” in Aktion erleben: |
22 | ক্ষুধার্ত মানুষের মাঝে রুটি বিলি করেন। | https://www.youtube.com/watch? |
23 | কখনো কখনো কফিও দেন। | v=iMPPY5VGjcc |
24 | নিচের ভিডিও-তে সুপার প্যানের কার্যক্রম দেখা যাবে। | In Twitter vereint der Hashtag #SuperPan positive Meinungen der User: |
25 | সংবাদ ওয়েবসাইট ভ্যানগুয়ার্দিয়া ইউটিউবের ফুটেজ নিয়ে প্রতিবদেনটি করেছে: | #SuperPan @JulianaPimiento Heute für dich, morgen für mich #respeto #amabilidad #Humildad |
26 | টুইটারে সুপার হিরোর ভক্তরা #সুপারপ্যান হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে: | |
27 | বাস্তবের সুপার হিরো #সুপারপ্যান। | Unglaubliche Geschichten und die von #SuperPan. Enormes Herz, BEWUNDERNSWERT |
28 | দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের জন্য তার এই কার্যক্রমকে সবার উদাহরণ হিসেবে গ্রহণ করা উচিত। | #SuperPan es gibt ihn wirklich, den Superhelden. Ein großes Vorbild, dem wir alle nacheifern könnten. |
29 | ছোট ছোট উদ্যোগ বড়ো পরিবর্তন আনতে পারে। | Kleine Taten um große Änderungen herbeizuführen. |
30 | অভিনন্দন! আপনি যা করছেন, তা সুপার হিরোদেরই কাজ। | Glückwunsch, was du tust machen sonst nur Superhelden. |
31 | আপনি খুব দয়ালু লোক। | Du hast ein sehr großes Herz. |
32 | #সুপারপ্যান | #SuperPan |
33 | আমি আশা করি, আরো অনেকেই #সুপারপ্যানের মতো কাজ করবে। আপনার মতো এমন দয়ালু লোক কলম্বিয়ার আরো দরকার। | Wenn es doch mehr Leute gäbe, die so gute Taten vollbringen wie #SuperPan |
34 | আপনার কাজ আমাকে মুগ্ধ করেছে। | #SuperPan @soypancero genau solche Personen braucht Kolumbien. |
35 | আপনার প্রতি শ্রদ্ধায় মন ভরে গেছে। | All meine Bewunderung und Respekt! |
36 | স্ট্যাটাস: #সুপারপ্যানের সুইস রোল হতে চাই। | Die Welt braucht mehr Menschen wie #SuperPan |
37 | @মেগাজেসাক্স বিস্ময়ের সাথে জানতে চেয়েছেন, সুপার প্যানের আলখাল্লা আর মাস্ক সবাইকে অনুপ্রাণিত করবে কি না? | Gemütszustand: Ich wäre gerne der “Brazo de la Reina” [Name für ein Backwerk] von #SuperPan Und zum Schluss noch die Frage des folgenden Nutzers: |
38 | #সুপারপ্যান, আপনার প্রধান শত্রু কে হবে? | Wer wäre wohl der Erzfeind von #SuperPan? |
39 | আপনার কি মনে হয়? | Was glauben Sie? |