# | ben | deu |
---|
1 | আস্থাযোগ্য সহনশীলতা এবং জাতিগত বৈচিত্রের প্রচারে মিয়ানমারে সেলফি প্রচারাভিযান | Selfie-Aktion fördert interreligiösen Dialog und ethnische Vielfalt in Myanmar |
2 | #আমারবন্ধু প্রচারাভিযানের ফেসবুক পাতা থেকে নেওয়া ছবি। | Foto: Aktion #myfriend, via Facebook. |
3 | মিয়ানমারে সৃষ্ট ক্রমবর্ধমান ঘৃণা, বৈষম্য এবং সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে সহিষ্ণুতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রচারের উদ্দেশে সে দেশে একটি সেলফি প্রচারণা শুরু হয়েছে। | In Myanmar fördert eine Selfie-Aktion Toleranz und Freundschaft inmitten um sich greifender Fälle von Hasstiraden, Diskriminierung und landesweiter kommunaler Gewalt. |
4 | ফেসবুক প্রচারণাটি দেশটির সবচেয়ে বড় শহর ইয়াংগুন থেকে কিছু যুবকের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। | Die über Facebook organisierte Kampagne wird von jungen Leuten aus Rangun gesteuert, der größten Stadt des Landes. |
5 | প্রচারাভিযানটি গত এপ্রিলে উদ্বোধন করা হয়। যাদের ভিন্ন জাতিগোষ্ঠীর বা ধর্মের বন্ধু রয়েছে, তাদের সঙ্গে সেলফি তোলার জন্য আহ্বান জানিয়ে প্রচারাভিযানটি শুরু হয়েছে। | Alles begann im April des vergangenen Jahres, als die Öffentlichkeit aufgefordert worden ist, für Selfies mit Freunden zu posieren, die einer anderen Ethnie oder Glaubensgemeinschaft angehören. |
6 | প্রচারণাটি #আমারবন্ধু এবং #বন্ধুত্বের_কোন_সীমানা_নাই হ্যাশট্যাগ ব্যবহার করছে। | Die Aktion verwendet die Hashtags #myfriend und #friendship_has_no_boundaries [“mein Freund” und “Freundschaft kennt keine Grenzen”]. |
7 | ২০১২ সাল থেকে কেন্দ্রীয় মিয়ানমার, পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের কিছু বৌদ্ধ এবং সংখ্যালঘু মুসলমানদের মধ্যে অবিরাম সংঘর্ষ চলছে। এসব স্থানের মধ্যে কেন্দ্রীয় মিয়ানমারের মেইখটিলা অঞ্চলও রয়েছে। | Seit 2012 gab es im Zentrum, im Westen und im Norden von Myanmar regelmäßig wiederkehrende Zusammenstöße zwischen einigen Buddhisten und muslimischen Minderheiten. |
8 | সেখানে বৌদ্ধ ও মুসলমান উভয় সম্প্রদায়ের ঘর পুড়িয়ে দেওয়া হয় এবং এর ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। | Derartige Vorfälle ereigneten sich im zentral gelegenen Meiktila, wo Häuser in Flammen aufgingen, sowohl von Buddhisten als auch von Muslimen. Dabei sind tausende Menschen obdachlos geworden. |
9 | সবচেয়ে গুরুতর সাম্প্রদায়িক সহিংসতা সংঘটিত হয় ২০১২ সালের অক্টোবর মাসে পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে। সেখানকার রোহিঙ্গা মুসলমানরা সিত্তে শহরের কাছে শরণার্থী শিবিরে বসবাস করছে। | Das größte Ausmaß an kommunaler Gewalt geschah im Oktober 2012 in Rakhaing-Staat im westlichen Landesteil von Myanmar, wo die muslimischen Rohingya in Flüchtlingsunterkünften nahe der Stadt Sittwe lebten. |
10 | মিয়ানমার সরকার রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে। | Die Regierung von Myanmar betrachtet die Rohingya als illegale Einwanderer. |
11 | একই সময়ে মিয়ানমারের সামাজিক মিডিয়ায় অনলাইনে ঘৃণাত্মক কথন এবং হয়রানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে একটি অসহিষ্ণুতা এবং বর্ণবাদের পরিবেশ তৈরি হয়েছে। | Zur gleichen Zeit waren Hasstiraden und Mobbing in Myanmars sozialen Medien weit verbreitet und hatten eine Atmosphäre der Intoleranz und des Rassismus geschaffen. |
12 | মিয়ানমারে মানুষ, বিশেষ করে তরুণ সম্প্রদায়ের সবাই যে সম্মান এবং বন্ধুত্ব প্রদর্শনের মাধ্যমে ঘৃণার এই অসুস্থ পরিবেশের পরিসমাপ্তি ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ তাঁর প্রমাণ দিতে #আমারবন্ধু প্রচারণা থেকে কিছু ছবি নীচে দেওয়া হলঃ | Es folgen einige Fotos der Aktion #MyFriend, um zu zeigen, dass besonders die jungen Menschen in Myanmar dazu bereit sind, diesem Hass ein Ende zu machen und sich für Respekt und Freundschaft einzusetzen. |
13 | হান শেঠ লু নামের একজন মুসলিম তার বৌদ্ধ বন্ধুর সঙ্গে একটি ছবি আপলোড করেছেন: | Han Seth Lu, ein Buddhist, hat ein Foto mit seiner muslimischen Freundin hochgeladen: |
14 | আমি একজন বৌদ্ধ এবং আমার বন্ধু একজন মুসলমান। | Ich bin Buddhist und meine Freundin ist Muslima. |
15 | আমি ছেলে আর সে মেয়ে। | Ich bin ein junger Mann, sie ist eine junge Frau. |
16 | আমরা ভিন্ন ধরণের কিন্তু আমরা একে অপরকে মেনে নিয়েছি। | Wir unterscheiden uns, aber wir akzeptieren einander. |
17 | জীবন স্থায়ী নয়, এই মুহূর্তে নিজেকে উপভোগ কর। | Das Leben dauert nicht ewig, genießt es hier und jetzt. |
18 | কারণ বন্ধুত্বের কোন সীমানা নাই #আমারবন্ধু #বন্ধুত্বের_কোন_সীমানা_নাই - মে খিনের সঙ্গে শান্তির খোঁজে | Weil Freundschaft keine Grenzen kennt. #MyFriend #Friendship_has_no_boundaries - wir suchen Ruhe mit May Khin |
19 | রডি দীন নামের একজন খ্রিস্টান থাইল্যান্ড থেকে তার বৌদ্ধ বন্ধুর সাথে একটি ছবি শেয়ার করেছেন: | Rody Din, eine Christin, teilt ein Foto, das sie mit ihrem buddhistischen Freund aus Thailand zeigt: |
20 | “আমি [খৃষ্টান/ছিন_মিয়ানমার] এবং আমার বন্ধু [বৌদ্ধ/ থাই]” | “Ich bin [Christin/Chin_Myanmar] und mein Freund ist [Buddhist/Thai]” |
21 | সে একজন শিখ এবং আমি একজন মুসলমান। | Er ist ein Sikh und ich bin eine Muslima. |
22 | আমরা বন্ধু। | Aber wir sind Freunde. |
23 | যদিও আমাদের মধ্যে অনেক বৈচিত্র্য আছে, আমরা আমাদের নিজস্ব মতামত এবং বিশ্বাস শেয়ার করি, আমরা আমাদের বিভিন্ন পরিচয়কে গ্রহণ করি ও সম্মান জানাই। | Obwohl wir uns unterscheiden, wir teilen unsere Meinungen und Überzeugungen, wir akzeptieren und respektieren unsere verschiedenen Identitäten. |
24 | #আমারবন্ধু #বন্ধুত্বের_কোন_সীমানা_নাই - মে খিনের সঙ্গে শান্তির খোঁজে | #Myfriend #Friendship_has_no_boundaries |