# | ben | deu |
---|
1 | রাশিয়ার সর্ববৃহৎ সোশ্যাল নেটওয়ার্ক সেন্সরশিপকে না বলেছে | Russlands größtes soziales Netzwerk sagt Nein zur Zensur |
2 | আইরনম্যান দুরভ। | Der eiserne Durow. |
3 | ছবি রিমিক্স কেভিন রথরক-এর | Fotomontage von Kevin Rothrock. |
4 | রাশিয়ার সোশ্যাল নেটওয়ার্ক ভিকোনটাকটের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পাভেল দুরভ ইন্টারনেট সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলার জন্য আরো একবার তার একাউন্টকে একটি স্থাপনা হিসেবে ব্যবহার করেছে। | Pawel Durow, Gründer und Geschäftsführer von Russlands sozialem Netzwerk VKontakte, hat wieder einmal sein eigenes Profil als Plattform benutzt, um sich gegen Zensur im Internet auszusprechen. |
5 | ১৬ এপ্রিল ২০১৪-এ দুরভ সংক্ষিপ্ত কিন্তু তীব্র বিদ্রূপাত্মক এক তাজা স্ট্যাটাস পোস্ট করেছেন [রুশ ভাষায়], যেটিতে তিনি দাবী করেছেন যে আলেক্সি নাভালিনের দুর্নীতি বিরোধী সম্প্রদায়কে বন্ধ করে দেওয়ার জন্য ভিকোনটাকটে প্রচণ্ড চাপে রয়েছে। | Am 16. April 2014 postete Durow ein zwar recht kurzes, aber ätzendes Status-Update [ru]. Er behauptete, dass VKontakte einem wachsenden Druck ausgesetzt war, um Alexej Nawalnys Antikorruptions-Community zu schließen. |
6 | এর আগে প্রসিকিউটর জেনারেলের অফিসে থেকে রাশিয়ায় লাইভ জার্নালে নাভালিনের ব্লগ বন্ধ করে দেওয়া হয় [গ্লোবাল ভয়েসেস-এর সংবাদ], কিন্তু রাশিয়ার সকল লাইভ জার্নাল ব্যবহারকারীর সেবা বিচ্ছিন্ন করার আগে বিষয়টি সম্ভব হয়নি। | Davor hatte der Generalstaatsanwalt Nawalnys Blog auf LiveJournal in Russland sperren lassen [Global Voices Bericht]. Jedoch nicht ohne vorher noch den Service für alle russischen Nutzer lang und breit zu unterbrechen. |
7 | তার আজকের বার্তায় দুরভ বলেন যে ভিকোনটাকটে পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। | In seiner heutigen Nachricht sagte Durow, dass VKontakte auch mit massenhaften Blockaden bedroht worden sei. |
8 | রুনেটইকো, দুরভের সম্পূর্ণ বিবৃতি অনুবাদ করেছে: | RuNet Echo hat Durows Stellungnahme vollständig übersetzt: |
9 | | Am 13. März 2014 forderte der Generalstaatsanwalt mich dazu auf, Alexej Nawalnys Antikorruptions-Community zu stoppen. |
10 | ১৩ মার্চ, ২০১৪ তারিখে প্রসিকিউটর জেনারেলের অফিসে থেকে দাবী করা হয় যে আমি যেন আলেক্সি নাভলিনের দুর্নীতি বিরোধী দলকে বন্ধ করে দেই, নইলে পুরো ভিকোনটাকটে বন্ধ করে দেওয়া হুমকি প্রদান করা হয়। | Andernfalls würde VKontakte [ganz] blockiert. Aber schon im Dezember 2011 hatte ich diese Gruppe nicht geschlossen und ich werde es auch jetzt nicht tun. |
11 | ডিসেম্বর ২০১১-এ আমি দলের কার্যক্রম বন্ধ করে দেইনি এবং নিঃসন্দেহে এখনো তা করব না। | In den vergangenen Wochen habe ich von allen Seiten Druck bekommen. |
12 | বিগত সপ্তাহে সকল দিক দিয়ে আমি চাপ অনুভব করেছি। | Auf verschiedenen Wegen ist es mir gelungen, mehr als einen Monat Aufschub zu erlangen. |
13 | | Aber jetzt ist die Stunde der Wahrheit gekommen - weder ich noch mein Team werden uns dafür hergeben, politische Zensur zu ermöglichen. |
14 | যদিও বিষয়টি সামলানোর জন্য আমি এক মাস সময়ে ধরে ভিন্ন ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছি। | Wir werden Nawalnys Antikorruptions-Community kein Ende bereiten. |
15 | কিন্তু এখন সময় এসেছে এই কথাটি বলার- আমি বা আমার দল কেউ জোর করে রাজনৈতিক সেন্সরশিপে অংশগ্রহণ করতে চাই না। | Auch nicht den Hunderten anderer Gruppen, für die uns gleichlautende Aufforderungen vorliegen. |
16 | আমরা নাভালিনে দুর্নীতি বিরোধী সম্প্রদায়, অথবা অন্য শত শত সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে ফেলব না, যেগুলোকে বন্ধ করে দেওয়ার মত দাবীর মুখোমুখি হচ্ছি। | In einer post-industriellen Gesellschaft ist die Freiheit der Informationsverbreitung ein unveräußerliches Recht. |
17 | প্রাক শিল্পায়িত সমাজে প্রবাহিত তথ্যের স্বাধীনতা একটি অপরিহার্য অধিকার। | Ohne dieses Recht hätte die Existenz von VKontakte keinen Sinn. |
18 | এই অধিকার ছাড়া, ভিকোনটাকটের অস্তিত্বের কোন মানে নেই। | [Pawel Durow tritt ab, Global Voices Bericht auf Englisch.] |