# | ben | deu |
---|
1 | রাশিয়া: সোশ্যাল নেটওয়ার্ক সমাজকে একত্রিত করছে | Russland: Soziale Netzwerke mobilisieren die Gesellschaft |
2 | রাশিয়ায় মস্কো শহরের বলোতনেয়া স্কোয়ারে গত এক দশকের সর্ববৃহৎ বিক্ষোভ সমাবেশের এক মাস পার হয়েছে। এই বিক্ষোভ সমাবেশে যেসব ব্লগার অংশ নিয়েছিলেন, এই ঘটনা নিয়ে তাদের লেখার কিছু নির্বাচিত অংশ, পরবর্তী পদক্ষেপ ও ভাবনা নিয়ে কিছু আলোচনা তুলে ধরা হলো। | Dieser Artikel wurde von Anna Ruban, Yevheniya Shabalina, Inna Fesenko, E.S. und Munkhuu Chuluunbat, Studierende des FTSK Germersheim, unter der Leitung von Dr. Annett Jubara im Rahmen des Projektes „Global Voices“ übersetzt. |
3 | রাশিয়ার সমাজে সোশ্যাল নেটওয়ার্কের প্রভাব নিয়ে এই লেখায় আলোকপাত করব। | Am 10. Dezember 2011 fand auf dem Bolotnaja-Platz die größte Demonstration von Regierungsgegnern in Russland seit mehr als einem Jahrzehnt statt. |
4 | এটা বলা গুরুত্বপূর্ণ যে, সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাগুলোর সাথে প্রযুক্তিগত সম্পর্ক রয়েছে। | Es ist wohl überflüssig, diese Ereignisse detailliert zu beschreiben. |
5 | এখানে আমি তুলে ধরব, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমগুলো বলোতনেয়া স্কোয়ারের এই বিক্ষোভ সমাবেশ আয়োজন ছাড়াও সমাবেশ চলাকালে এবং পরবর্তী ঘটনাগুলোর উপর কিভাবে প্রভাব ফেলেছিল। | Der Einfachheit halber sei an dieser Stelle auf einige ausgewählte Bloggerberichte verwiesen, die dieses Thema diskutieren und sich mit der Frage auseinandersetzen, was nun wohl zu machen ist. |
6 | ফেইসবুকের আবির্ভাব: প্রথমত, রাশিয়ায় এই প্রথমবারের মতো ফেইসবুক সামাজিকভাবে একত্রিত করতে প্রধান মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। | Für die Geschichte, die den gesellschaftlichen Einfluss der sozialen Netzwerke beschreiben wird, lohnt es sich allerdings, einige wichtige technologische Momente festzuhalten, die mit diesen Ereignissen verbunden sind. |
7 | গত ক'বছর থেকে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমগুলো সামাজিক একত্রীকরণে হাতিয়ার হিসেবে কাজ করছে। | In diesem Artikel werde ich die Mechanismen darstellen, die in ihrem Zusammenspiel das bewirkten, was vor, während und nach der Protestaktion auf dem Bolotnaja-Platz geschah. |
8 | ভিকনটাক্টে (রাশিয়ার সোশ্যাল নেটওয়ার্ক সাইট) আমাদের দেশে এ ধরণের প্রযুক্তির ক্ষেত্রে পথ প্রদর্শন করেছে,যখন টিভি চ্যানেল টু বাই টু'র দর্শকরা প্রতিবাদ করতে পথে পথে নেমেছিলেন, তখন এই চ্যানেলের নিবন্ধন বাতিল হওয়ার সম্ভাব্য আশঙ্কা দেখা যায়। | Die erste Besonderheit dieser Ereignisse besteht darin, dass in Russland das soziale Netzwerk Facebook zum ersten Mal als die wichtigste Mobilisierungsplattform benutzt wurde. Seit ein paar Jahren verfolge ich, wie soziale Netzwerke zu öffentlichen Mobilisierungsmechanismen geworden sind. |
9 | রাশিয়ায় সামাজিকভাবে একত্রীকরণের আরেকটি মঞ্চ হিসেবে লাইভ জার্নাল (উদাহরণস্বরুপ, এটি ব্লু বাকেট আন্দোলনের মূল হোতা) ভূমিকা পালন করে। ফেইসবুক অবশ্য ২০১১ সালের ডিসেম্বরের আগে এ ক্ষেত্রে তেমন কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি। | Zu einem der Pioniere dieser Technologie zählt man in Russland das Netzwerk Vkontakte, dessen Nutzer und gleichzeitig Zuschauer des Fernsehsenders 2×2 auf die Straße gingen, um ihre Besorgnis angesichts eines drohenden Lizenzentzuges zu äußern. |
10 | ২০১১ সালের ডিসেম্বরের ১০ তারিখে মূল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় বিপ্লব স্কোয়ারে। | Als Mobilisierungsplattform galt in Russland oft das Blogger-Netzwerk LiveJournal (z.B. für die Bürgerbewegung „Blaue Eimer“). |
11 | এর পরিকল্পনা হয়েছিল রাশিয়ার বামপন্হী নেতা সার্গেই উদাতসভ, তার স্ত্রী আনাস্তাসিয়া ও মস্কো সলিডারনস্তের প্রতিনিধি নেদযাহদ মিতযুস্কানিয়ার উদ্যোগে। | Bis zum Dezember 2011 spielte Facebook dennoch keine bedeutende Rolle bei solchen Ereignissen, die sich nach folgendem Szenario entwickelten. |
12 | আশ্চর্যজনকভাবে, মস্কো কর্তৃপক্ষ এ সমাবেশে তিন শত ব্যক্তিকে অংশ নেওয়ার অনুমতি দেন। | Ursprünglich sollte eine Demonstration am 10. Dezember auf dem Platz der Revolution in Moskau stattfinden. |
13 | এই বিক্ষোভ সমাবেশের আয়োজন নিয়ে কথাবার্তা শুরু হয় ডিসেম্বরের ৬ তারিখে, যখন এর আগের দিন চিশতি প্রুডিতে অন্য একটি সমাবেশ অনুষ্ঠিত হয় এবং বেশ ক'জন গ্রেফতারও হন। | Sie wurde frühzeitig geplant und von dem Koordinator der „Linken Front“ [en] Sergej Udalzow, seiner Ehefrau Anastasija und der Sprecherin der Moskauer Abteilung der Bewegung „Solidarnost“, Nadeshda Mitjuschkina, beantragt. |
14 | সেই বিক্ষোভ সমাবেশটি এতো বিশালভাবে ও এতটা উত্তেজনা ও তিক্ততায় শেষ হবে তা তখনও কেউ আশা করেনি। | Diese Demonstration wurde sogar von den Moskauer Behörden genehmigt, jedoch nur für 300 Teilnehmer. |
15 | আলেক্সি সিদোরেনকো এ নিয়ে বিস্তারিতভাবে লেখেন “নেট ছুঁচোদের বিপ্লব” শীর্ষক লেখায়। ডিসেম্বরের ৬-এ নাগরিকদের এক বিশাল দল শহরের বিজয় স্কোয়ারে পক্ষপাতমূলক নির্বাচনের প্রতিবাদে আবারও সমবেত হন যা সাম্প্রতিক কালে পুটিন শাসনের বিরুদ্ধে একটি প্রতীকী আয়োজন হিসেবে দেখা হয়। | Man sprach dennoch von dieser Kundgebung und ihrer Genehmigung erst nach dem 6. Dezember, d.h. nachdem die Demonstration am 5. Dezember in der Parkanlage Tschistie Prudy mit unerwartet hoher Teilnehmerzahl und in einer hitzigen Atmosphäre stattgefunden hatte und durch Festnahmen beendet worden war. |
16 | এই সমাবেশ ভাঙ্গতে পুলিশ দমন অভিযান শুরু করে এবং বহু বিক্ষোভকারীকে গ্রেফতার করে। | Darüber berichtete Alexey Sidorenko detailliert in seinem Artikel „Aufstand der Netzhamster“ [en]. |
17 | ডিসেম্বরের ৬ তারিখে অনুষ্ঠিত বিজয় স্কোয়ারের বিক্ষোভের বিরুদ্ধে পুলিশী অভিযানে পর পরই বিপ্লব (রেভলিউশন) স্কোয়ারে আরেকটি বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে ফেইসবুকে একটি গ্রুপ আত্মপ্রকাশ করে । | |
18 | মজার ব্যাপার হচ্ছে,এই গ্রুপের জন্ম হয় ইলিয়া ক্লিশিন নামের একজন ব্লগারের মাধ্যমে যার সাথে রাজনৈতিক দল বা গোষ্ঠীর কোন রকম সম্পর্ক নেই। ইলিয়া হচ্ছেন “এপিক হিরো” নামের অন-লাইন রিসোর্সের প্রধান যা মূলত: হিপস্টার্স বা শহুরে তরুণদের ফ্যাশন সম্পর্কিত একটি প্রকাশনা। | Am nächsten Tag, am 6. Dezember, besetzte eine vielzählige Gruppe von Bürgern aus Protest gegen „unfaire“ Wahlen den Triumfalnaja-Platz, der in den letzten Jahren zum Symbol des Widerstands gegen Wladimir Putin wurde. |
19 | ফেইসবুকের এই নতুন গ্রুপটি বিক্ষোভ সমাবেশের সপক্ষে দ্রুত জনপ্রিয়তা লাভ করতে থাকে। | Diese Protestaktion wurde von der Polizei ebenfalls aufgelöst, mehrere Teilnehmer wurden festgenommen. |
20 | মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডিসেম্বরের ৮ তারিখে এটি প্রায় পঁচিশ হাজার সমর্থক জোগাড় করে যারা নিরপেক্ষ একটি নির্বাচনের সপক্ষে বিক্ষোভে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। | Unmittelbar nach der Auflösung der Demonstration am 6. Dezember auf dem Triumfalnaja-Platz wurde eine neue Facebook-Gruppe [ru] für die Planung der nächsten Demonstration auf dem Platz der Revolution gegründet. |
21 | এছাড়াও, প্রায় আট হাজার স্বাক্ষরকারী তাদের ফেইসবুক স্ট্যাটাসে যোগ করেন: “বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণে আগ্রহী”। | Es wurde zum Beitritt zu der Gruppe und zur Teilnahme an der Demonstration aufgerufen. |
22 | ঠিক একই ধরণের গ্রুপ ভিকনটাক্টের সাইটে আত্মপ্রকাশ করে সেখানে বার হাজারের চেয়েও বেশী আগ্রহী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের পক্ষে স্বাক্ষর করেন। | Interessant ist die Tatsache, dass diese Gruppe von einem Blogger, Ilja Klischin, gestartet wurde, der keinen politischen Gruppen und Strukturen angehört. |
23 | সংখ্যায় আসন্ন বিক্ষোভ সমাবেশ: | Er leitet das Internetportal „Epic Hero? |
24 | ডিসেম্বরের ১০ তারিখে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের দিন পর্যন্ত, প্রায় চল্লিশ হাজার মানুষ এতে অংশ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। | [ru], das als eine Plattform für die modebewusste und kreative Hipster-Szene gilt. |
25 | আমার মতে, দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি হচ্ছে, বিক্ষোভে অংশগ্রহণে আগ্রহীদের সংখ্যাতাত্ত্বিক এই বিস্ফোরণ সোশ্যাল নেটওয়ার্কের গন্ডি অতিক্রম করে। | Schon einen Tag nach der Gründung, am 8. Dezember, erklärten sich knapp 25 000 Nutzer bereit, an der Protestaktion für gerechte Wahlen auf dem Platz der Revolution teilzunehmen. |
26 | সত্যি সত্যি এরা অংশ গ্রহণ করবে প্রতীয়মান হয়েছে বলেই কর্তৃপক্ষ শেষ অবধি সমঝোতায় আসতে বাধ্য হন, এটি কোন ছাড় দেওয়া ছিল না। | Außerdem klickten fast 8 000 Subscriber der Gruppe auf den Status „Vielleicht nehme ich teil“. |
27 | এর আগে কেউ জানতেন না, কতো মানুষ এ ধরণের বিক্ষোভ সমাবেশে যোগ দিবেন। | In einer ähnlichen Gruppe in Vkontakte [ru], bestätigten über 12 000 Nutzer ihre Teilnahme an der Demonstration. |
28 | ভিন্ন মতাবলম্বীদের প্রথম গণ বিক্ষোভের সাফল্য দেখা যায় ২০০৭ সালে সেইন্ট পিটার্সবার্গের সমাবেশে। | Am Tag der Demonstration, dem 10. Dezember, waren 40 000 Menschen zur Teilnahme an der Demonstration angemeldet. |
29 | এতে অংশগ্রহণকারীদের বিশাল সংখ্যা শুধু কর্তৃপক্ষ নয় আয়োজকদের কাছেও অপ্রত্যাশিত ছিল। | Dies wurde zur zweiten Besonderheit. |
30 | এখন, সোশ্যাল নেটওয়ার্কের সুবাদে আমরা জানতে পারি বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণে আগ্রহীদের প্রকৃত সংখ্যা যা প্রতিদিন ঘন্টার কাঁটা ধরে বৃদ্ধি পাচ্ছিল। | Meiner Meinung nach wurde die Regierung nur durch diese „Kalkulierbarkeit“, die die tatsächliche Zahl der potenziellen Protestierenden anzeigte, dazu gezwungen, ernsthafte und beispiellose Konzessionen gegenüber den Demonstranten zu machen. |
31 | এক্ষেত্রে, এই সংখ্যার শক্তি অনুধাবন করতে হবে। | Früher wusste niemand im Voraus, wie viele Menschen zu einer Demonstration erscheinen würden. |
32 | ফেইসবুক ও ভিকনটাক্টের সাইটে ক্রমবর্ধিত এ সংখ্যাগুলো কোন ব্যক্তি দ্বারা বা বিশেষ পদ্ধতিতে উদ্দেশ্যমূলকভাবে বদলানো সম্ভব নয়। | So wurde zum Beispiel der Erfolg einer der ersten großen „Märsche der Unzufriedenen“ 2007 in St. Petersburg sowohl für die Regierung als auch für die Organisatoren zu einer Überraschung. |
33 | এই বিক্ষোভ সমাবেশ প্রকৃতভাবে গণমানুষের রায় প্রতিফলনের ক্ষমতা রাখে। অবশ্যই সরকার এই সম্ভাব্য বিক্ষোভকারীদের সংখ্যায় আতঙ্ক বোধ করেছিল। | Die sozialen Netzwerke ermöglichen es jetzt, die tatsächliche Zahl der Menschen zu sehen, die ihren Wunsch, an der Demonstration teilzunehmen, geäußert haben. |
34 | তারা আয়োজকদের ক্রেমলিন ও সরকারী ভবনগুলোর কেন্দ্র থেকে একটু দূরে সরিয়ে বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য করে। | Diesmal wuchs die Teilnehmerzahl von Stunde zu Stunde, und der Regierung wurde klar, dass diese Zähler nicht manipuliert wurden. |
35 | এছাড়াও সরকার চাচ্ছিল বিক্ষোভ সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় রেভ্যুলুশন স্কোয়ার থেকে বলোতনেয়া স্কোয়ারে ইতিমধ্যে অনুষ্ঠিত সমাবেশগুলোর ধারাবাহিকতায়। | Der Protest nahm eine reale Gestalt und massenhaftes Ausmaß an. Natürlich hat diese Massenhaftigkeit der Regierung Angst eingejagt. |
36 | ফেইসবুকে নিবন্ধিত বিক্ষোভকারীদের সম্ভাব্য সংখ্যা থেকে সত্যিকারের সংখ্যা অনুমান করা গেছে যা কর্তৃপক্ষকে তাদের অবস্থান বদলাতে বাধ্য করে। | Sie befahl, die Demonstration weiter entfernt vom Kreml und anderen administrativen Gebäuden durchzuführen, und sorgte dabei für ihren möglichst konfliktfreien Verlauf. |
37 | বহু অংশগ্রহণকারী অহেতুক পুলিশের ব্যাটন চার্জ থেকে নিষ্কৃতি পেলেন। | Die Teilnehmer gingen durch den „Korridor“ vom Platz der Revolution zum Demonstrationsort am Bolotnaja-Platz. |
38 | রাশিয়ায় আগামীর দিনগুলোর জন্য এই দৃষ্টান্ত মোটেও খারাপ নয়। ইন্টারনেট অনুপ্রাণিত শ্লোগান: | Und obwohl sich viele Demonstranten auf eine Festnahme gefasst machten, waren die Sicherheitskräfte ganz friedlich aufgelegt und es gab keine Auseinandersetzungen. |
39 | তৃতীয় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হচ্ছে, এই প্রথমবারের মতো গণবিক্ষোভে আসা মানুষগুলো তাদের শ্লোগানের ভাষা নিয়ে এসেছিলেন ইন্টারনেট থেকে। | So hat ein einfacher „Teilnehmerzähler eines Ereignisses“ auf Facebook viele Menschen vor Polizeischlagstöcken gerettet. Ein Pluspunkt für Russland! |
40 | ঘটনাচক্রে, লাইভ জার্নাল ইতিমধ্যে প্রতিবাদের একটা দৃষ্টিভঙ্গী নির্মাণ করে রেখেছিল। | Zur dritten Besonderheit dieser Ereignisse wurde die Tatsache, dass die Menschen zum ersten Mal mit Slogans „aus dem Internet“ zur Demonstration kamen. |
41 | স্কোয়ারে আমরা দেখতে পাই বিক্ষোভকারীদের হাতের প্ল্যাকার্ডের শ্লোগানগুলো শোভিত হয় লাইভ জার্নালে প্রকাশিত শ্লোগান অনুসরণ করে। | Und hier gab nun LiveJournal den Ton an. Gerade in LJ-Diskussionen wurden die Themen im Detail beleuchtet, die man auf den Plakaten vom Bolotnaja-Platz sah. |
42 | বিশেষভাবে,এই প্ল্যাকার্ডে “গ্যাস ডিস্ট্রিবিউশন” লক্ষ্যণীয় যা ইউনাটেড রাশিয়া পার্টির সমর্থনে ভোট কারচুপির সংখ্যাতাত্ত্বিক প্রমাণপঞ্জী। | So erschien zum Beispiel auf einem der Plakate das Gauss-Diagramm - ein mathematischer Beweis der Falsifikation der Wahlergebnisse zugunsten der Regierungspartei „Jedinaja Rossija“: |
43 | বলোতনেয়া স্কোয়ারে “গ্যাস ডিস্ট্রিবিউশন” প্ল্যাকার্ডে লেখা আছে: “আমরা বিশ্বাস করি গ্যাসে”। | Gauss-Diagramm auf dem Plakat der Demonstration auf dem Bolotnaja-Platz. |
44 | রাশিয়ান ব্লগাররা সরকারের নির্বাচনী উপাত্ত বিশ্লেষণ করে ডিসেম্বর ৪ তারিখের নির্বাচনের ভোটের শতকরা হার বিশ্লেষণ করেন। | Foto: LJ-Nutzer Norweschskij Lesnoj Russische Blogger haben die offiziell veröffentlichte prozentuale Verteilung der Stimmen in allen russischen Wahlregionen analysiert. |
45 | এই বিশ্লেষণের ফলাফল মাকসিম সেনিচিকভের লাইভ জার্নালে প্রকাশিত হয়। | Die Ergebnisse wurden auf der LJ-Seite von Maxim Pschenitschnikow veröffentlicht [ru]. |
46 | এটা স্পস্ট ছিল যে, ডিসেম্বরের ১০ তারিখের আগে খুব অল্প সংখ্যক মানুষ গ্যাস ও তার তত্ত্ব সম্পর্কে জানতেন। কিন্তু ডিসেম্বরের ১০-এ সবার হাতে শোভিত হয় গ্যাসের কথা। | Wohl kaum ein Blogger hatte vor den Wahlen von Gauss und seinem Diagramm gehört, doch bereits am 10. Dezember stand sein Name auf den Plakaten. |
47 | এছাড়া, প্রধান নির্বাচন কমিশনার চুরভ একজন যাদুকর বলে ঘরে বানানো প্ল্যাকার্ডগুলোর জনপ্রিয়তার শীর্ষে স্থান করে নেয়। | Zu einem der beliebtesten Motive der selbstgemachten Plakate wurde der „Zauberer Tschurow“, der Leiter der Zentralen Wahlkommission. |
48 | রাষ্ট্রপ্রধান মেডভেডভ সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনার চুরভকে “যাদুকর” বলে আখ্যায়িত করেন। | Präsident Medwedew nannte Tschurow „Zauberer“, als er ihn für die gut organisierten Wahlen lobte. |
49 | কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান বিনীতভাবে এর প্রত্যুত্তরে বলেন,”আমি যাদুকর নই, আমি কেবল শিখছি”। | Darauf antwortete Tschurow mit den Worten des Zauberlehrlings aus dem sowjetischen Märchenfilm „Aschenputtel“: „Ich bin kein Zauberer, ich lerne noch“. |
50 | “যাদুকর, আমার ভোট গেল কোথায়?” | „Wo ist meine Stimme, Zauberer?“ |
51 | বলোতনেয়া স্কোয়ারে এক ব্যানারের লেখা। | Ein Plakat auf dem Bolotnaja-Platz. |
52 | গ্যাজেটের মাধ্যমে প্রতিবাদ: | Foto: LJ-Nutzer mamouse |
53 | চতুর্থ পর্যবেক্ষণ হচ্ছে, এই সাম্প্রতিক বিক্ষোভ সমাবেশে ইন্টারনেট ব্যবহারকারী যারা আধুনিক সংবাদ মাধ্যম ও মোবাইল ডিভাইস ব্যবহার করেন তারা এতে দৃশ্যত সক্রিয় ছিলেন। | Die vierte Besonderheit dieser Demonstration ist es, dass vor allem Internet-Nutzer, die aktiv moderne Gadgets und Mobilgeräte nutzen, einen großen Teil der Demonstranten ausmachten. |
54 | যদিও বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে কি সংখ্যক স্মার্টফোন ছিল তা জানা না গেলেও প্রাপ্ত তথ্য অনুসারে স্মার্টফোনের ব্যবহার ছিল সর্বোচ্চ। | Obwohl der genaue Anteil der Smartphone-Besitzer unter den Protestierenden nicht bekannt ist, liegen uns Statistiken darüber vor, welche Smartphones sich der größten Beliebtheit erfreuten. |
55 | তথ্য বিশ্লেষক দল স্মার্ট মার্কেটিং-এর জরিপে অবশ্য এ তথ্য বেরিয়ে এসেছে। এই জরিপ অনুসারে, বলোতনেয়া স্কোয়ারে ডিসেম্বরের ১০ তারিখে সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে আপেলের মোবাইল ফোনের ব্যবহার ছিল সবচেয়ে বেশী: আইফোন ও আইপ্যাড গেজেটের অংশ ছিল ৪৬. | Der Forschergruppe SmartMarketing zufolge waren es die Apple-Nutzer, die am 10. Dezember auf dem Bolotnaja-Platz den Ton angaben: Unter den Mobilgeräten, die im Laufe der Beobachtung registriert wurden, betrug der Anteil der iPhones und iPads 46,6%. |
56 | ৬%। এটা বেশ লক্ষ্যণীয় যে, বিক্ষোভে অংশগ্রহণকারীদের মোবাইল ফোন বা ডিভাইসগুলো শুধু যে চলমান বিক্ষোভ সমাবেশের তথ্য ইন্টারনেটে প্রচার করেছে তা-ই নয়, বরং প্রচার অভিযান ও শ্লোগানগুলোর মাধ্যমও ছিল। | Interessant ist dabei, dass die Teilnehmer der Demonstration ihre Mobilgeräte nicht nur benutzten, um Nachrichten live ins Netz zu schicken, sondern auch als Medium für Aktionen und Slogans. Die späteren Ereignisse zeigten, dass Facebook nach wie vor eine große Rolle spielt, wenn es um die Koordinierung von politischen Aktionen geht. |
57 | এর পরবর্তী বিক্ষোভ সমাবেশ ডিসেম্বরের ২৪ -এ মস্কোর শাখারভ প্রসপেক্টে অনুষ্ঠিত হওয়ার কথা। | So wurde hier eine Organisationsgruppe [ru] für die nächste Demonstration eingerichtet, die am 24. |
58 | এর আয়োজনে ফেইসবুক সাংগঠনিক এক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে । | Dezember am Sacharow-Prospekt in Moskau stattfinden sollte. |
59 | ১৯ ডিসেম্বরের সন্ধ্যা পর্যন্ত, তিরিশ হাজার বিক্ষোভকারী অংশগ্রহণ করার কথা জানিয়েছেন। | Nach dem Stand von 19. Dezember hatten sich zu den Protesten fast 30 000 Menschen angemeldet. |