# | ben | deu |
---|
1 | লিবিয়া: খেলা শেষ গাদ্দাফি | Libyen: Das Spiel ist aus, Gadhafi |
2 | এই পোস্টটি আমাদের লিবিয়া বিদ্রোহ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ। | Dieser Beitrag ist Teil unserer Sonderberichterstattung Libya Uprising 2011. |
3 | লিবিয়ার বিপ্লবীরা দেশের রাজধানী ত্রিপোলিতে পৌঁছেছে। | Libysche Revolutionäre laufen in Tripolis, der Hauptstadt Libyens, ein. |
4 | উত্তেজনা লক্ষ্য করা গেছে অনলাইনে, যেখানে টুইটার ব্যবহারকারীরা আনন্দ এবং উদযাপনের সঙ্গে গাদ্দাফির ক্ষমতা ছাড়ার শেষ সময়টুকু তুলে ধরায় সক্রিয়। | Die Begeisterung darüber ist auch online zu spüren, während auf Twitter die Nutzer mit Freude und Jubel die letzten Stunden Gadhafis Herrschaft anzählen. |
5 | ইতিমধ্যে খবর এসেছে যে তার সুরক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত বাহিনী আত্মসমর্পন করেছে এবং অস্ত্র ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। | Einigen Berichten zufolge sollen sich sogar die Kampftruppen zum Schutz Gadhafis bereits ergeben und ihre Waffen niedergelegt haben. |
6 | ফরেন পলিসির ব্লেক হুনশেল এক টুইট বার্তায় জানাচ্ছেন: | Foreign Policy‘s Blake Hounshell twittert: |
7 | @ব্লেক হুনশেল: খেল খতম। | @blakehounshell: Das Spiel ist aus. |
8 | # লিবিয়া | #Libya |
9 | এবং শাবাব লিবিয়া বলেছেন: | Und Shabab Libya fügt hinzu: |
10 | @শাবাবলিবিয়া: শহীদ স্কোয়্যার এখন ‘সবুজ' স্কোয়্যার হিসাবে আনুষ্ঠানিক পরিচিত এবং মুক্তিযোদ্ধার জন্য বর্তমান আশ্রয়। | @ShababLibya: Der Märtyrerplatz, ehemals bekannt unter dem Namen ‘Grüner Platz', ist jetzt das zu Hause der Freiheitskämpfer. |
11 | খেলা শেষ। | Das Spiel ist aus. |
12 | টুইটার ব্যবহারকারীরা ত্রিপোলি থেকে টিভি পর্দায় লাইভ ফুটেজ রেকর্ড করে অনলাইনে তুলে দিচ্ছে। | Twitternutzer berichten außerdem über die Livebilder und Berichterstattung aus Tripolis. |
13 | হিন্দ হাসান লিখেছেন: | Hind Hassan schreibt: |
14 | @হিন্দ হাসান: আমি স্কাই নিউজের অ্যালেক্স ক্রফোর্ডের গলা শুনতে পাচ্ছি না। তার পেছনে গাড়ির হর্ণের শব্দ, গুলির শব্দ হচ্ছে #লিবিয়া #ত্রিপোলি | @hindhassan: Kann @SkyNews Alex Crawford wegen all der Feiern, hupenden Autos, Freudenschüsse und Feuerwerkskörpern im Hintergrund kaum verstehen #Libya #Tripoli |
15 | এনপিআর এর প্রবীন বিশেষজ্ঞ অ্যান্ডি কারভিন ক্রফোর্ডকে উদ্ধৃত করেছেন: | NPRs Andy Carvin zitiert Crawford: |
16 | @অ্যান্ডিকারভিন: “তারা স্বাধীন অনুভব করছে। | @acarvin: “Sie fühlen sich befreit. |
17 | আতশবাজী উড়ছে, গুলি চলছে, সত্যি একটি অভূতপূর্ব দৃশ্য ” -অ্যালেক্স ক্রফোর্ড, স্কাই নিউজ #লিবিয়া | Feuerwerkskörper werden gezündet, Freudenschüsse fallen, wahrhaftig ein erstaunlicher Anblick. ” -Alex Crawford, Sky #libya |
18 | @অ্যান্ডিকারভিন: ক্রফোর্ড: “এই বৃহত্তম পার্টি ত্রিপোলিতে অভূতপূর্ব। | @acarvin: Crawford: “Dies wird die größte Feier, die Tripolis jemals gesehen hat. |
19 | এই লোকদের দেখুন - তাদের কি চিন্তিত মনে হয়?” | Schaut auf diese Menschen- sehen sie besorgt aus?” |
20 | #লিবিয়া | #libya |
21 | গার্ডিয়ান এর ব্রায়ান হুইটেকারের কাছে খবর আছে: | The Guardian‘s Brian Whitaker hat weitere Neuigkeiten: |
22 | @ব্রায়ান_হুইট: অসংখ্য রিপোর্টে বলা হচ্ছে গাদ্দাফি বন্দী হয়েছে। | @Brian_Whit: Mehrere Berichte schreiben über Said Gadhafis Gefangennahme. |
23 | নিশ্চিত করতে পারছি না। | Kann es aber nicht bestätigen. |
24 | # লিবিয়া | #libya |
25 | আল জাজিরার ইভান হিল প্রশ্ন করছেন: | Währenddessen stellt sich Al Jazeera‘s Evan Hill ein paar Fragen: |
26 | @ইভানহিল: আমি কয়েক দিনের মধ্যে পশ্চিম লিবিয়া যাচ্ছি। | @evanchill: In ein paar Tagen mache ich mich Richtung Westlibyen auf. |
27 | আমি ভাবছি তখন দেশ কে চালাবে? | Ich frage mich, wer dann das Land regieren wird. |
28 | এদিকে, সিন্ডি একটি অনুভূতি তুলে ধরছে যার সাথে আজ রাতে আমরা সবাই একাত্মতা বোধ করছি: | Zur gleichen Zeit teilt Cindy A. ein Gefühl, das wohl viele heute Nacht teilen: |
29 | @অর্গানিকা: আরও যদি অনেক লিবিয়াবাসী টুইটারে থাকত। আমি সবাইকে শুভেচ্ছা জানাতাম #লিবিয়া #ত্রিপোলি #গ্রীণস্কোয়্যার | @Organica_: Ich wünschte es wären mehr libysche Nutzer auf Twitter. ich würde sie alle umarmen wollen. |
30 | লিবিয়া থেকে আরও খবরের জন্য আমাদের সাথে থাকুন। | #Libya #Tripoli #Greensquare Stay tuned for more updates from Libya. |