# | ben | deu |
---|
1 | ইরান: জেলে থাকা ছাত্রকে সমর্থন করতে পুরুষরা হিজাবে ঢেকেছে মুখ | Iran: Männer in Hijab unterstützen inhaftierten Studenten |
2 | শত শত ইরানী পুরুষ হিজাবে ঢাকা মহিলা হিসেবে সেজেছেন মাজিদ তাভাকোলির সমর্থনে। এই বিপ্লবী ছাত্রকে গত ৭ই ডিসেম্বর গ্রেপ্তার করা হয় নারীদের প্রতি একাত্মতা প্রকাশের জন্য। | In Hijab haben sich Hunderte von Iranern zur Unterstützung von Majid Tavakoli, einem Studenten-Aktivisten, der am 7. Dezember verhaftet wurde, als Frauen gekleidet. |
3 | ইরানী কর্তৃপক্ষ দাবি করেন যে তেহরানে ছাত্র দিবসে ভাষণ দেয়ার পরে জনাব তাভাকোলি নারীদের মতো সেজে ছিলেন পালানোর জন্য। | Iranischen Behörden behaupten, Herr Tavakoli hätte sich als eine Frau verkleidet, nachdem er am Studententag in Teheran eine Rede gehalten hatte. |
4 | তবে মানবাধিকার কর্মীরা ইরান থেকে চাক্ষুষ সাক্ষীর উপরে ভিত্তি করে একটি রিপোর্ট প্রকাশ করেছেন: “রাষ্ট্র মিডিয়া কর্তৃক প্রকাশিত সকল ছবি নকল আর ইরানে ছাত্র আর নাগরিক কর্মীদের প্রতি পরিষ্কার অনৈতিক পদ্ধতির ব্যবহার।” | Menschenrechtsaktivisten in Iran haben jedoch den Bericht eines Augenzeugen veröffentlicht: “Alle von den staatlichen Medien veröffentlichten Bilder sind falsch und ganz klare unmoralische Mittel gegen die Studenten und Zivil-Aktivisten in Teheran.” |
5 | শত শত ইরানী পুরুষ এখন তাদের ফেসবুক প্রোফাইলে নারীদের মতো পোশাক পরা। | Hunderte von Iranern zeigen sich jetzt in ihrem Facebook-Profilen als Frauen. |
6 | এখানে মাজিদের সমর্থনে একটি ইউটিউব ভিডিও দেখা যাবে যেখানে কিছু এই ধরনের ছবি সংগ্রহ করা হয়েছে ( ৪২ সেকেন্ড পরে শুরু হয়)। | Hier ist ein YouTube-Video von Majid, in dem einige der gesammelten Fotos gezeigt werden (beginnt nach 42 Sekunden). |