# | ben | deu |
---|
1 | চিলি: রাজনৈতিক মনোযোগের মাঝে ভূমিকম্প | Chile: Politische Argumente inmitten des Erdbebens |
2 | ১১ মার্চ, চিলির নতুন রাষ্ট্রপতি হিসেবে সেবাস্টিয়ান পিনেরা শপথ গ্রহণ করবেন। | |
3 | তিনি বর্তমান রাষ্ট্রপতি মিশেল ব্যাশেলেট-এর স্থলাভিষিক্ত হবেন। চিলিতে সংঘটিত হয়ে যাওয়া এক ভয়ঙ্কর ভূমিকম্প সত্বেও রাষ্ট্রপতির এই পরিবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং চিলির অনেক পর্যবেক্ষক- সেই সমস্ত ব্যক্তির সমালোচনা করছে, যারা এই সময়টিকে রাজনৈতিক বিশ্লেষণ করার সময় বলে মনে করেন,- এই সমস্ত ব্যক্তিরা সপ্তাহের ছুটির দিনে ঘটা এই বিপর্যয়কর ঘটনার রাজনৈতিক প্রয়োগ নিয়ে অনুসন্ধান শুরু করে দিয়েছেন। | Am 11. März wird Sebastián Piñera als neuer chilenischer Präsident vereidigt und tritt damit die Nachfolge der derzeitigen Präsidentin Michelle Bachelet an. Der Präsidentschaftswechsel wird trotz des Erdbebens stattfinden, und politische Beobachter haben-unter Kritik einiger, die nicht glauben, dass dies die Zeit für politische Analysen ist-damit begonnen, nach politischen Auswirkungen der verheerenden Ereignisse des Wochenendes zu suchen. |
4 | ব্লগার এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্যাট্রিসিয়া নাভিয়া তার পোস্ট [স্প্যানিশ ভাষায়] শুরু করেছেন এ ভাবে যে, এই ভূমিকম্প নতুন রাষ্ট্রপতি সেবাস্টিয়ান পিনেরার জন্য এক রাজনৈতিক বিজয় বয়ে আনবে: | Blogger und Universitätsprofessor Patricio Navia [es] beginnt seinen Artikel mit der Aussage, dass Sebastián Piñera aus dieser Katastrophe als politischer Sieger hervorgehen wird: Keine Regierung reißt sich darum, während ihrer Amtszeit eine Naturkatastrophe zu erleben. |
5 | একই সময়ে বলা যায় নতুন রাষ্ট্রপতি এখনো শপথ গ্রহণ করেননি। বর্তমানে রাষ্ট্র যদি উদ্ধারকার্যে যে কোন গণ্ডগোল, দেরি অথবা ত্রুটি প্রদর্শন করে, তার জন্য কেউ তাকে দায়ী করবে না। | Wenn jedoch jemand den Moment für ein verheerendes Erbeben wählen könnte, ist der Beginn der präsidialen Amtszeit - oder kurz vor der Vereidigung - den letzten Regierungstagen vorzuziehen. |
6 | যেহেতু তার সময়ে দেশটির পুনর্নির্মাণ শুরু হবে, সেক্ষেত্রে তিনি নতুন নতুন প্রকল্প এবং সেগুলোর উদ্বোধনের কথা ঘোষণা করবেন। | In diesem Sinne hat Piñera politisch sehr viel mehr zu gewinnen als Bachelet. |
7 | | Obwohl die Fehler, die Piñera in diesen Tagen macht, auch mehr auf ihm lasten werden als die Pannen der scheidenden Regierung […]Zur gleichen Zeit wird niemand, weil er noch nicht vereidigt ist, Piñera für die Pannen, Verzögerungen und Fehler der unmittelbaren Reaktion von Seiten des Staats verantwortlich machen. |
8 | অধ্যাপক মশাই তার রচনার উপসংহার টানেন এভাবে যে, যদি বর্তমান এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি যৌথভাবে সততার সাথে কাজ করে, তা হলে উভয়ে রাজনৈতিকভাবে লাভবান হতে পারেন: | Da der Wiederaufbau während seiner Amtszeit beginnen wird, wird er die neuen Projekte und deren Einführung bekannt geben. |
9 | যদি তারা যৌথভাবে কাজ করেন, তা হলে ব্যাশেলেট তার শাসনকার্যের শেষ সময়টা দারুণভাবে শেষ করবেন এবং পিনেরা সঠিক পদক্ষেপের মাধ্যমে তার কাজ শুরু করবেন। | Er kommt zu dem Schluss, dass wenn die derzeitige Präsidentin und der zukünftige Präsident ehrlich bei ihren Bemühungen zusammenarbeiten, beide politisch profitieren können: |
10 | কিন্তু তার বদলে যদি তারা নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা শুরু করেন, তা হলে উভয়ের জন্য তা ক্ষতিকর হয়ে দাঁড়াবে। | Wenn sie zusammenarbeiten, wird Bachelet ihre Amtszeit glänzend abschließen und Piñera wird seine auf dem richtigen Fuß beginnen. |
11 | সান্তিয়াগোর মিয়াপ এলাকার একটি এপার্টমেন্ট ভবন। | Wenn sie stattdessen um die Führung gegeneinander antreten, wird dies für beide Nachteile haben. |
12 | ছবি এখানে তুলে দিয়েছেন ফ্লিকার ব্যবহারকারী রাপোনচি এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে। | Apartmentblocks in Maipu, Santiago. Bild wurde von Flickr-User Raponchi hochgeladen und unter einer Creative-Commons-Lizenz genutzt. |
13 | এই বিশ্লেষণ অনেক পাঠকই ভালো চোখে নেয়নি, তারা বিবেচনা করেছে নাভিয়া কোন ধারণা না নিয়েই চিলির এমন এক দুঃখজনক সময়ে এক ধরনের রাজনৈতিক প্রচারণা উপস্থাপন করতে চাইছেন। | Diese Analyse kam bei vielen Lesern nicht gut an, die fanden, dass Navia durch die Präsentation politischer Meinungsmache in einer solch tragischen Zeit für Chile wirklichkeitsfremd sei. |
14 | নাভিয়ার ব্লগ পোস্টে কার্লোস গার্সিয়া এই বলে মন্তব্য করেছেন: | Carlos Garcia kommentierte Navias Blogartikel folgendermaßen: |
15 | আমি মনে করি এই রকম এক বিপর্যয়ের মধ্যে রাজনৈতিক অর্জনের হিসেব কষা বড় ধরনের ভুল বলে বিবেচিত হবে। | Ich halte es für einen großen Fehler, den politischen Opportunismus zu berechnen, den eine solche Katastrophe auslösen kann. |
16 | এখনো চিলির অনেক নাগরিক নিখোঁজ রয়েছে, তারা জীবিত অবস্থায় বাড়িঘরের নিচে চাপা পড়ে আছে, এর বাইরেও লক্ষ লক্ষ চিলিবাসী তাদের বাড়িঘর হারিয়েছে এবং তাদের মনে সর্বশেষ যে ভাবনাটি থাকবে তা হবে, চিলির রাজনীতিবীদরা কিসে লাভবান হতে পারে। | Heute gibt es Chilenen, die verschwunden sind, Menschen, die lebend begraben sind, und mehr als eine Million Chilenen, die ihr Zuhause verloren haben und das letzte, woran sie denken, ist, welcher Politiker profitieren kann. |
17 | কয়েকজন ব্যবহারকারী এই ব্লগ পোস্টটিকে রক্ষা করার চেষ্টা করেছেন, যেমন ব্যবহারকারী কার্লোস, তিনি লিখেছেন: | Wenige User verteidigen den Blogartikel wie User Carlos, der schrieb: |
18 | আমি মনে করি, যা ঘটছে এটি তার ক্ষেত্রে একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। | Ich denke, es ist eine realistische Vision dessen, was passiert. |
19 | দুর্ভাগ্যক্রমে যেমনটা বর্ণনা করা হয়েছে, রাজনীতিবীদরা সে রকমই, এবং আমার কোন সন্দেহ নেই যে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে সেই হিসেব কষতে শুরু করে দিয়েছে। | Leider ist Politik so und ich zweifle nicht daran, dass politische Parteien diese Berechnungen bereits gemacht haben. |
20 | যারা তাদের পোশাক চোখের জলে ভেজাতে শুরু করেছে, তারা মানব প্রকৃতি সম্বন্ধে তেমনটা জানে না এবং এমনকি রাজনীতিবীদদের সম্বন্ধে তাদের ধারণা আরো কম। | Diejenigen, die ihre Kleider zerreißen wissen nicht um den menschlichen Charakter und noch weniger darum, wie Politiker sind. |
21 | জুয়ান ফ্রান্সিস্কো কোলয়ানে “প্রকৃতির রাজনীতি [পলিটিক্স অফ নেচার, স্প্যানিশ ভাষায়]” শিরোনামে এক ব্লগ পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন সমালোচনায় যা বলা হয়েছে, তা সত্বেও, ভূমিকম্প প্রমাণ করেছে যে, প্রকৃতি রাজনীতিকে প্রভাবিত করে: | Juan Francisco Coloane schrieb einen Blogartikel mit dem Titel „Die Politik der Natur“ [es], indem er sagt, dass, trotz dessen, was Kritiker sagen mögen, dieses Erdbeben beweist, dass die Natur die Politik beeinflusst: |
22 | প্রকৃতি, ভূমিকম্পের মধ্য দিয়ে সবচেয়ে বড় রাজনৈতিক মাধ্যম হয়ে এসেছে, পূর্বতন কোন চেহারা ছাড়া এবং এক অনাকাঙ্খিত উপাদান হিসেবে। | Die Natur ist mit ihrem Erdbeben zur größten politischen Macht geworden, ohne vorherige Planung und als unerwarteter Faktor. |
23 | এটা এক বিশেষ প্রকৃতির রাজনীতি যা কোন রাজনীতির পাঠ্যপুস্তকে পাওয়া যায় না। | Es ist die spezielle Politik der Natur, die man nicht in politischen Handbüchern findet. |
24 | কাজেই “প্রকৃতির রাজনীতি যে রাজনীতি মুক্ত” এমন সিদ্ধান্ত সত্য নয়। | Die Prämisse „die Politik der Natur ist unpolitisch“ stimmt also nicht. |
25 | এই পোস্টে আরো অনেক ইতিবাচক মন্তব্য এসেছে, যেমন কালোর্স আলবার্টো মন্তব্য করেছেন: | Dieser Artikel erhielt mehr zustimmende Kommentare, wie von Carlos Alberto, der sagte: |
26 | অসাধারণ এক প্রবন্ধ। | Hervorragende Kolumne. |
27 | সরকারের কাজ করে যাওয়া প্রয়োজন এবং তার সিদ্ধান্ত ও কাজের গতিকে আরো দ্রুত করা প্রয়োজন। | Die Regierung muss weiterarbeiten und ihre Entscheidungen und Handlungen beschleunigen. |
28 | কাজ শুরু করার সময়ে পাওয়া এই সমস্যার ক্ষেত্রে ভবিষ্যৎ-এর সরকারকে বর্তমান সরকারের অবশ্যই সহযোগিতা করতে হবে। | Die zukünftige Regierung muss am Vorabend der Übernahme des Problems die Koordination übernehmen. |
29 | ক্ষতিগ্রস্ত সান্তিয়াগো বিমান বন্দর। | Schäden am Flughafen von Santiago. |
30 | ছবি ফ্লিকার ব্যবহারকারী জর্জ বারাহোনার এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে। | Foto wurde von Flickr-User Jorge Barahona hochgeladen und unter einer Creative-Commons-Lizenz genutzt. |
31 | পেদ্রো জেসুস টেরুয়েল [স্প্যানিশ ভাষায়] তার ব্লগে লেখেন, তিনি আশাবাদী, নতুন প্রশাসন চিলিকে সাহায্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে: | Pedro Jesus Teruel [es] schrieb auf seinem Blog, er habe Hoffnung, dass die neue Regierung die notwendigen Maßnahmen einführen werde, um Chile zu helfen: |
32 | যে নির্বাচনে সেবাস্টিয়ান পিনেরা জয়লাভ করেছে, তা গণতন্ত্রের প্রিয় সাধারণ এক চেহারা, যা বিকল্প চরিত্র তৈরি করে, নতুন রাজনৈতিক দলের আগমন কাঠামোগত এক নতুন বিন্যাস সৃষ্টি করবে। এখন জরুরি অবস্থার কারণে বিষয়টি গতি লাভ করবে। | Nach den Wahlen, bei denen Sebastián Piñera als Sieger hervorging, und die in einem Kontext der Abwechslung stattfand, die von einer bewundernswerten Normalität der Demokratie gekennzeichnet war, wird die neue politische Orientierung strukturelle Erneuerungen liefern, die nun durch die Dringlichkeit angespornt werden. |
33 | মার্চের ১১ তারিখে যখন নতুন সংসদ চালু হবে, তখন তা অনভিপ্রেত এক ভূমিকম্পের ঘটনার মাধ্যমে এ সংসদকে চিহ্নিত করবে। | Am 11. März wird die neue Legislative beginnen und von den Ergebnissen des unerwarteten Erdbebens gekennzeichnet sein. |
34 | টুইটার ব্যবহারকারীরা ভূমিকম্প সম্পর্কিত রাজনীতি এবং রাষ্ট্রপতির পরিবর্তনের উপর মন্তব্য করেছে। | Auch Twitter-User kommentierten die Politik bezüglich des Erdbebens und die präsidiale Übergabe. |
35 | অনেক টুইটার ব্যবহারকারী, যেমন চিলির রাজধানী সান্তিয়াগোর এলিজাবেথ টাপিয়া (@ফিলইমোশন), নাভিয়ার ব্লগ পোস্টে আসা মন্তব্যের প্রতিধ্বনি করেছে: | Einige User wie Elizabeth Tapia (@feelemotion) aus Santiago, Chile, gaben die Kommentare von Navias Blogartikel wieder: |
36 | এমন অনেক লোক রয়েছে যারা সব সময় রাজনৈতিক প্রচারণার দৃষ্টিকোণ থেকে সবকিছুকে গ্রহণ করে। | Es gibt immer Leute, die alles als politischen Wahlkampf interpretieren. |
37 | এই সময়ে, চিলির প্রয়োজন এক হয়ে থাকা, রাজনৈতিক দলগুলোকে নিয়ে চিন্তা করা নয়, কেবল প্রয়োজন জাতির ঐক্য । | In diesen Zeiten muss Chile zusammenhalten und nicht über politische Parteien nachdenken. |
38 | অন্যেরা এই পরিস্থিতিতে অনেক বেশি বিশ্লেষণাত্মক, যেমন ফ্লোরিডার মিয়ামির বাসিন্দা ফারনান্ডো গালাজ (@ফারনান্ডোগালাহ): | |
39 | পিনেরা সরকারের আগমন যেন এমন এক ফুটবল দলের মত, যে দলটি ৫-০ গোলে পিছিয়ে থেকে খেলা শুরু করেছে, তাদের সমানে অনেক কাজ পড়ে আছে। | Nur Solidarität. Andere sahen die Situation analytischer, wie Fernando Galaz (@fernandogalaz) aus Miami, Florida: |
40 | ব্যাশেলেট বা পিনেরা দুজনের কেউ এই ঘটনা থেকে কোন রাজনৈতিক সুবিধা লাভের চেষ্টা করছেন, এমন কোন লক্ষণ দেখা যাচ্ছে না। | Die Ankunft Piñeras in der Regierung wird wie eine Fußballmannschaft sein, die ihr Spiel mit damit beginnt, 5-0 zu verlieren. Es gibt viel zu tun. |
41 | কারণ যদি চেষ্টা করা হত, সেক্ষেত্রে ইতোমধ্যে সামাজিক প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে দ্রুত বার্তা পৌঁছে যেত। চিলির বর্তমান বেদনাদায়ক ঘটনায় সমালোচকদের ত্রুটি পূর্ণ অবস্থান সত্ত্বেও আমরা অনেক রাজনৈতিক মন্তব্য আশা করি। | Ob Bachelet oder Piñera politischen Vorteil aus diesem verheerenden Ereignis schlagen werden, bleibt abzuwarten; in der Zwischenzeit können wir, aufgrund der schnellen Nachrichten, die über soziale Medien gesendet werden können, jede Menge politischer Kommentare erwarten, trotz dessen, dass Kritiker ihnen ihren Platz im Gespräch über die letzte Tragödie in Chile streitig machen werden. |