# | ben | deu |
---|
1 | লাওসের হাতিগুলোকে রক্ষা করুন | Rettung für die Elefanten in Laos |
2 | হাতি সংরক্ষণ কেন্দ্রের ফেসবুক পেজ থেকে ছবিটি নেয়া হয়েছে। | Foto von der Facebook-Seite des Elephant Conservation Center |
3 | এক সময় লাওসকে বলা হত লক্ষ হাতির দেশ। | Schätzungen zufolge gibt es zwischen 300 bis 600 wilde [en] Elefanten: |
4 | কিন্তু বেআইনিভাবে হাতি ধরা এবং গজদন্তের ব্যবসার কারণে বর্তমানে হাতির সংখ্যা অনেক কমে গেছে। | Die Anzahl der in kleinen, verstreuten Herden lebenden Elefanten wird auf zwischen 300 und 600 geschätzt. |
5 | তাছাড়া লগিং এলাকায় অতিরিক্ত পরিশ্রমের কারণেও কিছু হাতি মারা যাচ্ছে। | Die wilden Elefanten werden in Laos, wie in vielen anderen Ländern auch, durch von Menschen verursachte Probleme bedroht. |
6 | বর্তমানে আনুমানিক ৩০০ থেকে ৬০০টি বন্য হাতি রয়েছে লাওসে: | Dazu gehören Abholzung, Wilderei, Siedlungsprojekte und Konflikte zwischen Menschen und Elefanten. |
7 | বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বন্য হাতির সংখ্যা ৩০০-৬০০টি। | |
8 | অন্যান্য দেশের মতোই লাওসের বন্য হাতিরা মানুষ কর্তৃক নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। | |
9 | এর মধ্যে বনভূমি ধ্বংস, বেআইনিভাবে হাতি শিকার, বনে বসতি স্থাপন এবং হাতি-মানুষের সংঘর্ষ অন্যতম। | |
10 | ইতোমধ্যে লাওসে বন্দী হাতির সংখ্যা ৪২০-এ গিয়ে ঠেকেছে: | Mittlerweile beläuft sich die Zahl der in Gefangenschaft [en] lebenden Elefanten auf 420: |
11 | দু:খজনকভাবে বন্দী হাতির সংখ্যাও কমছে। | Leider ist ein Rückgang der in Gefangenschaft lebenden Elefanten zu verzeichnen. |
12 | আনুমানিক ৪২০টি বন্দী হাতি রয়েছে লাওসে। | In Laos gibt es davon nur noch ungefähr 420. |
13 | নতুন শতাব্দীতে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে, জীবনযাত্রার ব্যয় মেটাতে মাহুতরা (হাতির মালিক) হাতিদের দিয়ে সপ্তাহের সাতদিনই কাজ করাচ্ছেন। | Seit der Jahrtausenwende ist der finanzielle Druck auf die Elefantenbesitzer (Mahouts) gestiegen, und diese müssen ihre Elefanten sieben Tage die Woche für sich arbeiten lassen, um sich ihren Lebensunterhalt zu verdienen. |
14 | লগিং শিল্পেই হাতিদের বেশি ব্যবহার করা হচ্ছে। | Elefanten werden hauptsächlich in der Holzwirtschaft eingesetzt. |
15 | এটা খুব কষ্টকর, বিপদজনক কাজ। | Dies ist eine sehr schwere und gefährliche Arbeit. |
16 | পুরুষ হাতিরা এ কাজ করে খুব ক্লান্ত থাকে। এবং প্রজননে ব্যস্ত হয়ে পড়ে। | Die männlichen Elefanten sind dann zu müde und beschäftigt, um sich fortzupflanzen und sterben zuweilen sogar bei Arbeitsunfällen. |
17 | অনেক সময় লগিং দুর্ঘটনায় তাদের মৃত্যু হতে পারে। | Glücklicherweise besteht ein zunehmendes Bewusstsein, dass die Elefanten im Land geschützt werden müssen. |
18 | আশার কথা দেশে হাতি রক্ষার উদ্যোগ নিয়ে সচেতনতা তৈরি হচ্ছে। | Eine der dabei führenden Gruppen ist das Elephant Conservation Center [en]: |
19 | হাতি সংরক্ষণ কেন্দ্র এই সচেতনতা তৈরির কাজে নেতৃত্ব দিচ্ছে: হাতি সংরক্ষণ কেন্দ্র হাতি পর্যটন ক্যাম্প থেকে নিজেদের আলাদা করেছে। | Das Elephant Conservation Center unterscheidet [en] sich von Elefantencamps für Touristen dadurch, dass es den Elefanten einen Rückzugsraum bietet, damit sie sich fortpflanzen, ihre Jungen säugen, sich erholen oder medizinisch untersucht werden können. |
20 | তারা হাতির প্রজনন, স্তন্যপান করানো এবং রোগ নির্ণয়ের একটি আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে। | Dort werden sie NICHT erleben, dass Elefanten den ganzen Tag Pauschaltouristen herumtragen müssen. |
21 | এদের কাছে হাতিতে চড়ে সারাদিন ঘোরাঘুরির প্যাকেজ ট্যুর আশা করবেন না। | Das Zentrum dient auch als das erste Elefantenhospital in Laos und als Ökotourismuscamp. |
22 | এটি লাওসের প্রথম হাতি হাসপাতালের পাশাপাশি ইকোট্যুরিজম ক্যাম্প হিসেবেও কাজ করে। | Dort können die Elefantenbesitzer, die mithilfe der Elefanten ihr tägliches Auskommen bestreiten, auch fachliche Beratung und Hilfen zum Lebensunterhalt erhalten. |
23 | তাছাড়া প্রতিষ্ঠানটি যেসব মাহুত প্রতিদিন হাতির আয়ের ওপর নির্ভরশীল তাদের কারিগরি এবং জীবিকা বিষয়ক সহায়তা প্রদান করে থাকে। | |
24 | বন সংরক্ষণ কেন্দ্রটি উদ্ধারকৃত হাতির আশ্রয়স্থল হিসেবেও কাজ করে। | Das Zentrum ist weiterhin eine Zufluchtsstätte für gerette Elefanten. |
25 | নয় (Noy) নামে যে অল্পবয়স্ক হাতি রয়েছে, তারা সেগুলো উদ্ধার করতে সক্ষম। | So konnten die Mitarbeiter einen jungen Elefanten retten, den sie Noy nannten. |
26 | কয়েক বছর পরে, হাতিগুলো নতুন নাম পেয়ে থাকে বলে জানিয়েছেন প্রধান পশু চিকিৎসক ইমানুয়েল শেভ: | In ein paar Jahren wird er sich seinen neuen Namen [en] aussuchen. |
27 | তিন বছর বয়সে হাতি তাদের ভবিষ্যত মাহুতের মাধ্যমে প্রশিক্ষণ পেয়ে থাকে। | Die leitende Veterinärin Emmanuelle Chave beschreibt, wie dies abläuft: |
28 | এ সময়ে তারা মানুষের সাথে কাজ করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় সাড়া দেয়া শিখে নেয়। | Sobald sie drei Jahre alt sind, werden den Elefanten von ihren zukünftigen Besitzern verschiedene Befehle beigebracht, damit sie später mit Menschen zusammenarbeiten können. |
29 | একজন ওঝা হাতিদের বন ছেড়ে মানব বিশ্বে আসার এই গুরুত্বপূর্ণ যাত্রার আয়োজন করে। | Ein Schamane organisiert diese wichtige Reise, bei der die Elefanten den Wald verlassen, um in der Welt der Menschen zu leben. |
30 | প্রশিক্ষণ শেষে হাতিদের তিনটি আখ দেয়া হয়, সেখানে তাদের নাম লেখা থাকে। | Am Ende der Ausbildung kann der Elefant zwischen drei Zuckerrohrstangen auswählen, auf denen jeweils ein Name geschreiben steht. |
31 | হাতি প্রথম যে আখটি নেয়, আখে লেখা নামটিই তার নাম হয়। | Der Name auf der ersten Zuckerrohrstange, die er sich aussucht, wird dann sein Name. |
32 | ব্রিটা কেন্দ্রটি পরিদর্শন করে হাতিদের রক্ষায় তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন: | Bei ihrem Besuch [en] des Zentrums konnte sich Brita von dem Einsatz des Zentrums für des Wohlergehens der Elefanten überzeugen: |
33 | হাতি সংরক্ষণ কেন্দ্র গুটিকয় জায়গার মধ্যে একটি যেখানে গিয়ে আপনি হাতিদের মানুষের চাহিদা মেটানোর কাজে ব্যবহৃত হতে দেখবেন না। এখানে হাতিদের তাল এবং চাহিদার প্রতি লক্ষ্য রেখেই মানুষের ভ্রমণসূচি তৈরি করা হয়। | Das Elephant Conservation Center ist wahrscheinlich einer der wenigen Orte, die man besuchen kann, an dem es nicht darum geht, dass die Elefanten sich an den Tagesablauf der Menschen anpassen, sondern an dem sich die Menschen nach dem Rhythmus und den Bedürfnissen der Elefanten richten. |
34 | এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যখন হাতি পছন্দ করার পালা আসে, আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। সারা পৃথিবীতেই এসময়ে হাতিদের সাথে বাজে আচরণ করা হয়। | Ich bin bei der Auswahl eines “Elefantencamps” sehr wählerisch, da es weltweit viel zu oft vorkommt, dass die Elefanten dort schlecht behandelt werden und lediglich ein schreckliches Leben (d.h. das Arbeiten in der Holzwirtschaft) gegen eine andere grauenhafte Existenz (d.h. die schlechte Behandlung in der Tourismusindustrie) eintauschen. |
35 | জো ইবিসুজিমা কেন্দ্রটি পরিদর্শনে গিয়েছিলেন। পিছনে চেয়ার বহন করা হাতির জন্য যে খুব কষ্টকর সেটা তিনি সেখানে গিয়ে শিখেছেন: | jo ebisujima war ebenfalls Gast beim Elephant Conservation Center und lernte [en] dabei, dass es für die Elefanten schmerzhaft ist, wenn man ihnen Sitze auf den Rücken schnallt: |
36 | আমরা গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখেছি। সেটা হলো, মানুষ এবং মালপত্র বহন করার জন্য হাতির পিছনের দিকে যে চেয়ার ব্যবহার করা হয় তা হাতির জন্য খুব কষ্টের কারণ হয়। | Mit das Wichtigste, das ich lernte, war, dass die Sitze (hawdah), die für den Transport von Lasten und Menschen auf dem Rücken von Elefanten verwendet werden, nicht gut für die Elefanten sind. |
37 | হাতির হাড়ের আকৃতির কারণে এটা হয়… হাতিতে চড়ার সবচে' আরামদায়ক উপায় হলো, কোনো ধরনের জিন ছাড়াই ঘাড়ের ওপর বসা। | Dies liegt an der Form ihrer Knochen… Es ist besser für die Elefanten, wenn man sie ohne irgendeine Art von Sattel reitet und stattdessen hinter ihrem Kopf sitzt. |