# | ben | deu |
---|
1 | চীনে আলীবাবার বিপুল মুনাফা ও এর নেতিবাচক প্রভাব | |
2 | শিল্প য়ু টান-এর টিশার্ট প্রিন্ট। | Die dunkle Seite von Alibabas riesigem Profit in China |
3 | য়ু-এর টুইটার থেকে নেয়া। | T-Shirt-Design des Künstlers Wu Tun. |
4 | চীনে ১১ নভেম্বর অবিবাহিতদের দিবস হিসেবে পালন করা হয়। | |
5 | এই দিনটি চীনের তরুণ-তরুণীরা ঘটা করে পালন করেন। | |
6 | এদিনে তারা কেনাকাটায় মেতে ওঠেন। | |
7 | এ বছরও তার ব্যতিক্রম হয়নি। | Von Wu's Twitter. |
8 | তারা সিঙ্গেলস ডে-তে অনলাইনে বিপুল পরিমাণ কেনাকাটা করেছেন। আর অনলাইনে তাদের কেনাকাটার সূত্রেই ই-কমার্স সাইট আলীবাবা প্রতিবছর পত্রিকার শিরোনাম হয়। | Jedes Jahr am 11. November macht der E-Commerce-Riese Alibaba Schlagzeilen mit seinem Verkaufsrekorden am Singles Day, einem Feiertag, der Singlefrauen und -männern gewidmet ist und zu einem beliebten Online-Shopping-Tag avancierte. |
9 | এবছরও রেকর্ড পরিমাণ পণ্য বিক্রি করে পত্রিকার শিরোনাম হয়েছে সাইটটি। এ বছর তারা ৯. | Dieses Jahr hat das Unternehmen einen Gewinn von 9,3 Milliarden USD erzielt und somit seinen Vorjahresgewinn von 5,8 Milliarden USD fast verdoppelt. |
10 | ৩ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বিক্রি করেছে। যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। | Diese Neuigkeit wurde bekannt, nachdem Alibaba rund zwei Monate zuvor mit einem rechnerischen Börsenwert bei Handelsschluss des ersten Tages von 231 Milliarden USD ein Rekord-Börsengang am US-Börsenmarkt gelang. |
11 | গত বছর এদিনে তারা ৫. ৮ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ পণ্য বিক্রি করেছিল। | Alibabas rosige Aussichten sind weitestgehend auf die Monopolstellung des Unternehmens in Chinas Onnlineshopping-Markt zurückzuführen. |
12 | আলীবাবা মাত্র দু'মাস আগে আমেরিকার শেয়ার বাজারে প্রাথমিক শেয়ার ছেড়েছে। সেখানেও রেকর্ড গড়েছে তারা। | Um solch ein Privileg bewahren zu können, muss das Unternehmen jedoch eng mit der Regierung und der Kommunistischen Partei Chinas zusammenarbeiten, um selbstständige Organisationen zu sanktionieren und politische Meinungsverschiedenheiten zu beseitigen. |
13 | বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ আইপিও ছেড়েছে। আর প্রাথমিক শেয়ার ছাড়ার প্রথমদিনে দিনশেষে এর বাজারমূল্য দাঁড়িয়েছিল ২৩১ বিলিয়ন মার্কিন ডলার। | Im September, kurz bevor Alibaba in den US-Börsenhandel einstieg, wurde die China Rural Library (CRL), ein Bibliotheksprojekt zur Förderung von Alphabetisierung und Bildung in ländlichen Regionen, gezwungen, ihren Taobao Onlineshop zu schließen, mithilfe dessen das Bildungs- und Bibliotheksprojekt finanziert wurde. |
14 | আলীবাবার এই রমরমা অবস্থা চীনের অনলাইন কেনাকাটার ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য তৈরি করেছে। | |
15 | আর তাদের এই রমরমা অবস্থা ধরে রাখতে তারা সরকার, চীনের কমিউনিস্ট পার্টির মতো স্বাধীন সংগঠন এবং ভিন্ন মতো রাজনৈতিকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে হয়েছে। | |
16 | মার্কিন স্টক মার্কেটে শেয়ার ছাড়ার মাত্র কয়েকদিনের মধ্যেই চায়না রুরাল লাইব্রেরি নামের একটি স্বতন্ত্র লাইব্রেরি প্রকল্প বন্ধ হয়ে যায়। | |
17 | এসময়ে কর্তৃপক্ষের কোপানলে পড়ে দেশটির আরো ১৯টি লাইব্রেরি বন্ধ হয়। | Darüber hinaus schlossen Behörden die landesweit 19 Bibliotheken der CRL. |
18 | উল্লেখ্য, চায়না রুরাল লাইব্রেরি অনলাইনে বেচাকেনা করতো। | Die chinesischen Behörden betrachten unabhängige Bürgerinitiativen als eine Provokation der Vertretung der chinesischen Bevölkerung durch die Kommunistische Partei Chinas. |
19 | লেখাপড়া ও লাইব্রেরি প্রজেক্টের খরচ উঠে আসতো এই বেচাকেনা থেকে। চীনা কর্তৃপক্ষ মনে করে, সাধারণ নাগরিকদের এইসব প্রকল্প চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। | Vor einigen Tagen hat das Online-Auktionshaus Taobao, das sich im Besitz von Alibaba befindet und vergleichbar ist mit Amazon, den Onlineshop des Künstlers Wu Tun geschlossen, in dem T-Shirts mit der Aufschrift “Love Can't Be Here” vertrieben wurden, wobei das Chinesische Zeichen für “Liebe” wie “Ai” klingt. |
20 | কয়েকদিন আগে তাওবাও (আমাজনের মতো একটি সাইট) নামের সাইটটি আলীবাবা কিনে নেয়। কিনে নেয়ার পরেই তারা শিল্পী য়ু টানের অনলাইন শপ বন্ধ করে দেয়। | Das Design der T-Shirts ist angelehnt an die Kampagne “Ai Can't be Here” aus Übersee, die die Freilassung Ai Wei Weis erwirken will. |
21 | প্রতিষ্ঠানটি তাদের একটি টিশার্টে “এখানে ভালোবাসা থাকতে পারে না” লেখাটি ছিল। চীনা ভাষায় ভালোবাসা শব্দটি শুনতে অনেকটা “আই” (Ai)এর মতো শুনায়। | Ai Wei Wei ist ein Künstler und Aktivist, der ohne eine offizielle Anklage 81 Tage festgehalten wurde und derzeit noch immer von der Staatssicherheit überwacht wird und das Land nicht verlassen kann. |
22 | টিশার্টের লেখাটি একটি বিদেশী প্রচারণা কার্যক্রম থেকে উদ্বুদ্ধ হয়ে করা হয়েছিল। | Der bekannte politische Dissident Hu Jia sprach mit Radio Free Asia darüber, wie Behörden Regierungskritiker mittels Onlineshops unterdrücken: |
23 | সেই প্রচারণার লাইনটি হলো: “আই এখানে থাকতে পারেন না”। | Sobald man seine regierungskritische Meinung geäußert hat, ergreifen die Behörden zwei Maßnahmen, um dich kleinzukriegen. |
24 | সেই প্রচারণার মাধ্যমে শিল্পী, অ্যাক্টিভিস্ট আই উইউই-এর মুক্তি দাবি করা হয়েছিল। | |
25 | উল্লেখ্য, ২০১১ সালে চীনা কর্তৃপক্ষ বিনাবিচারে এই শিল্পীকে ৮১ দিন আটক করে রেখেছিল। | |
26 | বর্তমানে উইউই চীনা নিরাপত্তার বাহিনী নজরদারিতে আছেন। তাছাড়া তার দেশ ছাড়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। | Zuerst schneiden sie dich von deinen sozialen Kontakten ab. Damit du dich einsam fühlst und traurig bist, weil deine Familie und Freunde gezwungen werden, sich von dir fernzuhalten. |
27 | বিশিষ্ট রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী হু জিয়া রেডিও ফ্রি এশিয়ার কাছে ব্যাখ্যা করেন কীভাবে অনলাইন শপের মাধ্যমে ভিন্ন মতাবম্বলীরা নিগৃহের শিকার হচ্ছেন: | |
28 | আপনার বক্তব্য একবার যদি কর্তৃপক্ষের বিরুদ্ধে যায়, তাহলে আপনি দু'ধরনের সমস্যার মুখে পড়বেন। | |
29 | প্রথমত: আপনার সামাজিক যোগাযোগগুলো বন্ধ করে দেয়া হবে। | |
30 | এতে আপনি একাকিত্ব বোধ করবেন। | Und dann nehmen sie dir dein Einkommen. |
31 | সবচে' বড়ো কথা হলো পরিবার এবং বন্ধুদের জোর করে আপনার কাছ থেকে দূরে রাখা হবে। | Sie sammeln von allen möglichen Quellen Informationen und bestimmen die Haupteinnahmequelle von Regierungskritikern. |
32 | দ্বিতীয়ত, আপনার আয়ের পথ বন্ধ করে দেয়া হবে। তারা সব ভিন্নমত পোষণকারীদের আয়ের যাবতীয় উৎসগুলো খুঁজে বের করে। | Erwirtschaftest du dein Einkommen auf dem chinesischen Festland, ist es unglaublich einfach dich kleinzukriegen: sie müssen einfach nur deinen Onlineshop schließen. |
33 | আপনার আয় যদি মেইনল্যান্ড চায়না থেকে আসে, সেটা বন্ধ করা খুব সোজা। | |
34 | তারা শুধুমাত্র আপনার অনলাইনের ব্যবসা বন্ধ করে দিবে। | In weniger als 10 Minuten gibt es deinen Shop nicht mehr. |
35 | আপনার ব্যবসা ১০ মিনিটও টিকবে না। | Regierungskritiker kritisierten jedoch nicht allein Taobao. |
36 | রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীরাই শুধূ তাওবাও-এর সমালোচনা করছেন না। | Der Monopolmarkt bedeutet für kleine Einzelhändler einen brutalen Wettkampf, bei dem nur die wenigsten Shops überleben. |
37 | মনোপলি বাজারের কারণে ছোট ছোট খুচরা বিক্রেতারাও তুমুল প্রতিযোগিতার মুখে পড়েছেন। | |
38 | মাত্র অল্প সংখ্যক ক্ষুদ্র বিক্রেতারাই টিকে থাকতে পারছেন। | Der Besitzer eines kleinen Einzelhandels erläuterte die negativen Auswirkungen der Monopolstellung innerhalb des Onlineshopping Business in China. |
39 | একজন ক্ষুদ্র বিক্রেতা চীনের অনলাইন ব্যবসা মনোপলি হওয়ার কারণে কেমন বিরূপ প্রভাব পড়ছে, তার ব্যাখ্যা দিয়েছেন। | |
40 | লেটসক্রপ নামের একটি ওয়েবসাইট গত ১৩ নভেম্বর ২০১৪-এ সেই লেখাটি অনলাইনে পুনরায় প্রকাশ করেছে: | Der Artikel kursierte für einige Zeit im Internet und wurde am 13. November 2014 von Letscorp, einer Webseite, die Informationen innerhalb der chinesischsprachigen Community verbreitet, gepostet: |
41 | আমার মতো অসংখ্য মানুষ অনলাইনে কেনাকাটা করেন। | Die Mehrheit der Menschen, mich eingeschlossen, kaufen online ein. |
42 | আমার সব জামাকাপড়, হার্ডওয়্যার আামি অনলাইনে কিনি। | Ich kaufe all meine Kleidung und Hardware im Internet. |
43 | এটা আমার কাছে সহজ মনে হয়। | Es ist bequem, preiswert und wirklich super. […] |
44 | তাছাড়া সস্তায় মেলে। […] বিরূপ প্রভাবগুলো হলো: ১. | Nichtsdestotrotz sind die negativen Auswirkung: 1. eine große Anzahl von Shops - Fashionshops, Hardwareshops, Elektronikshops - wird geschlossen werden. |
45 | ফ্যাশন হাউজ, হার্ডওয়্যারের দোকান, ইলেক্ট্রনিক্সের দোকানের মতো বিপুল সংখ্যক দোকান বন্ধ হয়ে যাবে। | Selbst wenn sie es schaffen zu überleben ist das Business hart und sie machen kaum genug Profit, um weitermachen zu können. |
46 | তারা যদি টিকেও থাকে, তাহলে তাদের জন্য ব্যবসা করা কঠিন হয়ে যাবে। দোকানগুলো চালিয়ে নেয়ার মতো মুনাফা করাও অসম্ভব হয়ে পড়বে। | Wenn man den Online-Berichten Glauben schenkt, befinden sich Zhongguancun in Peking, der Huaqiang North District in Shenzhen [beides sind bekannte Einkaufsziele für Computer und Elektronik] und ähnliche Ziele in einer tiefen Krise. |
47 | কম্পিউটার এবং ইলেক্ট্রনিক্স মার্কেটের জন্য বিখ্যাত বেইজিংয়ের জংগুয়ানকান, সেনজিংয়ের হুয়াকুয়ান নর্থ ডিস্ট্রিকসহ অন্যান্য মার্কেটে মন্দা শুরু হয়েছে। | |
48 | ২. অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে দিচ্ছেন। | 2. Viele Besitzer kleinerer Einzelhandelsläden werden dazu gezwungen, ihre Geschäfte dicht zu machen. |
49 | দোকানের কর্মীরা বেকার হয়ে পড়ছেন। | Ihre Angestellten verlieren ihren Job. |
50 | এর প্রতিক্রিয়া পড়েছে দোকান মালিকদের উপরেও। | |
51 | তারা তাদের দোকানগুলো ভাড়া দেয়ার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না। | Die Lage betrifft die Vermieter der Verkaufsräume weil sie ihre Immobilien nicht mehr vermieten können. |
52 | তাদের ওপর তাওবাও ব্যাপক প্রভাব ফেলেছে। | Diese Menschen sind unmittelbar von Taobaos Handeln betroffen. |
53 | তাওবাও শুরু হয়েছিল লেনদেন খরচ কমানোর উদ্দেশ্যে যাতে ভোক্তারা আরো বেশি লাভবান হন। | Der ursprüngliche Gedanke, der Taobao zugrunde liegt, ist die Reduzierung von Transaktionskosten damit der Kunde mehr Gewinn erzielen kann. |
54 | তাদের উদ্দেশ্য মহৎ ছিল। | Das ist ein gutes Vorhaben. |
55 | কিন্তু প্রতিষ্ঠানটি এমন একটি জায়গায় যাবে, তা উদ্যোক্তা অনুমান করতে পারেননি। | Aber jetzt hat sich die Plattform in etwas verwandelt, was ihr Gründer nicht vorhersehen konnte. |
56 | এটা সব ধরনের মধ্যস্বত্ত্বভোগীদের তাড়িয়ে দিয়েছে। উত্পাদনকারীরা একে অপরের সাথে প্রতিযোগিতা করছেন। […] | Irgendwann werden alle Zwischenhändler verdrängt worden sein und die Hersteller werden in einen energischen Wettstreit miteinander treten. […] |
57 | আলীবাবার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক মা একদা বলেছিলেন, আগামী দিনে সব ধরনের কেনাকাটা হবে অনলাইনে। | Jack Ma [Gründer sowie CEO von Alibaba] sagte einst, in der Zukunft werde es neben dem E-Commerce keinen anderen Handel mehr geben […]. |
58 | বর্তমানে চীনের ৫০% খুচরা ব্যবসা তাওবাওয়ের মাধ্যমে হয়ে থাকে। | Mittlerweile erfolgt 50% des Einzelhandels in China mittels Taobao. |
59 | তাদের দাম কম থাকে এবং তারা খুব কম পরিমাণ মুনাফা করে। | Die Preise sind so niedrig, dass es nur noch eine sehr geringe Gewinnspanne gibt. |
60 | এই কম দাম রাখার প্রবণতা প্রকৃত দোকানদারদের উপর বিরূপ প্রভাব ফেলে। | Die Preisgestaltung beeinflusst die Preise in den realen Geschäften. |
61 | আগামীদিনের চীনা অর্থনীতি কেমন হবে তা কল্পনা করুন। | Bitte stellen Sie sich die Zukunft von Chinas Wirtschaft vor. |
62 | পর্যাপ্ত পরিমাণ মুনাফা করতে না পারলে সংসার কীভাবে চালাবে? | Wie können Menschen ihre Familien unterstützen, wenn sie nicht genug Gewinn machen? |