# | ben | deu |
---|
1 | জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের বৃহত্তম কয়লা বন্দর অবরোধের পরিকল্পনা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসীর | Pazifikinselbewohner planen Blockade des weltgrößten Kohlehafens mit Kanus um gegen den Klimawandel zu protestieren |
2 | ভানুয়াতুর প্রশান্ত মহাসাগরীয় জলবায়ু যোদ্ধাদের ডিঙ্গি নৌকার উদ্বোধন। | Start der Kanus der pazifischen Klimakrieger in Vanatu. |
3 | ছবিঃ 350.org | Foto: 350.org |
4 | ৩৫০ ডট ওআরজির জন্য প্রবন্ধটি লিখেছেন এ্যারন প্যাকার্ড। | |
5 | এটি বিশ্বের জলবায়ু আন্দোলন পরিচালনাকারী একটি প্রতিষ্ঠান। প্রচার সূচী শেয়ার করা চুক্তির একটি অংশ হিসেবে প্রবন্ধটি গ্লোবাল ভয়েসেসে পুনরায় প্রকাশ করা হল। | Diesen Artikel schrieb Aaron Packard für 350.org, eine Organisation zum Aufbau einer globalen Kilmaschutzbewegung, und wird von Global Voices im Rahmen einer Inhaltsaustauschvereinbarung veröffentlicht. |
6 | এ বছরের অক্টোবর মাসে ১২ টি ভিন্ন ভিন্ন দ্বীপ থেকে আসা ৩০ জন প্রশান্ত মহাসাগরীয় জলবায়ু যোদ্ধা কয়লা এবং গ্যাস শিল্প রুখতে অস্ট্রেলিয়ার উপকূলে পৌঁছাবেন। | Im Oktober dieses Jahres werden 30 pazifische Klimakämpfer an australischen Küsten ankommen, um gegen die Kohle- und Gasindustrie zu protestieren. |
7 | নিজেদের হাতে তৈরি ডিঙ্গি নৌকাগুলো চালিয়ে তারা পৌঁছাবেন বিশ্বের বৃহত্তম কয়লা বন্দর - নিউক্যাসল- পোতাশ্রয়ে। | Sie werden mit selbstgebauten Kanus in den weltweit größten Kohlehafen Newcastle paddeln, um die Kohleexporte für einen Tag zu verhindern. |
8 | এই কর্মসূচী পালনের উদ্দেশ্য হচ্ছে একদিনের জন্য কয়লা রপ্তানি বন্ধ রাখা। | Der Hafen von Newcastle exportiert Zerstörung der Pazifikinseln in nie gekanntem Ausmaß. |
9 | নিউক্যাসল বন্দরটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ জুড়ে নজিরবিহীন মাত্রায় পরিবেশের জন্য ধ্বংস রপ্তানি করে যাচ্ছে। | |
10 | এই পরিকল্পনা আরও বিস্তৃত করার প্রক্রিয়া চলছে। | Pläne für eine Erweiterung sind im Gange. |
11 | যদি বন্দরটিই একটি দেশ বলে বিবেচিত হত, তবে এটি কার্বন নিঃসরণকারীর তালিকাতে বিশ্বের নবম দেশ হিসেবে স্থান দখল করে নিত। | Wenn der Hafen ein Land wäre, wäre er an neunter Stelle in der Welt in Bezug auf Emissionen. |
12 | জীবাশ্ম জ্বালানী শিল্পের উপর নির্ভরশীলতা থেকে যদি সরে আসা না যায়, তবে অনেকগুলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সব প্রাকৃতিক সম্পদ হারিয়ে ফেলবে। | |
13 | প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসীরা এ বিষয়ে অস্ট্রেলিয়ার মতো দেশের সাথে সমঝোতায় আসতে ২০ বছর পার করেছে। | Wenn nichts zur Umstellung weg von fossilen Brennstoffen unternommen wird, werden viele Pazifikinseln alles verlieren. |
14 | অস্ট্রেলিয়াকে তাদের কার্বন নিঃসরণ বন্ধ এবং তাদের জীবাশ্ম জ্বালানী উত্তোলন বন্ধ করতে কাকুতি মিনতি জানিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতির হাত থেকে তাদের মাতৃভূমি এবং সংস্কৃতি রক্ষা করতে তারা এ চেষ্টা চালিয়ে আসছে। | Pazifische Insulaner verhandelten und appellierten über 20 Jahre mit Ländern wie Australien, um deren Emissionen zu verringern und aufzuhören, fossile Brennstoffe auszugraben - zur Rettung ihrer Heimatländer und ihrer Kulturen von den Folgen des Klimawandels, wie zum Beispiel steigende Wasserstände. |
15 | তবে কয়লা এবং গ্যাস শিল্প এখনও তাদের কথার বিপরীতে কাজ করে যাচ্ছে। | Aber immer noch macht die Kohle- und Gasindustrie das Gegenteil davon. |
16 | তারা নজিরবিহীন হারে তাদের সম্পদ উত্তোলন কাজ চালিয়ে যাচ্ছে। এভাবে তারা নবায়নযোগ্য জ্বালানী শিল্পকে ক্রমাগতভাবে আঘাত করছে। | Sie intensivieren Abbau in nie dagewesenem Ausmaß und greifen gleichzeitig weiterhin die Industrie für erneuerbare Energien an. Es ist ein radikaler Angriff auf unsere Inseln und unsere Kulturen. |
17 | এটি আমাদের মাতৃভূমি এবং আমাদের সংস্কৃতির উপর এক মারাত্মক আঘাত। | Für die Zukunft ihrer Kulturen und Inseln können die pazifischen Klimakrieger nicht tatenlos zusehen, dass dies passiert. |
18 | প্রশান্ত মহাসাগরীয় জলবায়ু যোদ্ধারা তাদের সংস্কৃতি এবং দ্বীপের ভবিষ্যতের জন্য এসব ঘটতে দেখে হাত গুটিয়ে বসে থাকতে পারেন না। | Daher haben sich Insulaner aus dem ganzen Pazifik auf diese Reise nach Australien vorbereitet und traditionelle Kanus gebaut. |
19 | তাই সমগ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আসা দ্বীপবাসীরা অস্ট্রেলিয়া ভ্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এ ভ্রমণের জন্য তারা তাদের এ অঞ্চলে প্রচলিত ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকা তৈরি করছেন। | |
20 | বেশিরভাগ জলবায়ু যোদ্ধা নিজেদের অস্তিত্ব রক্ষার এই যুদ্ধে অংশ গ্রহণের মাধ্যমে এই প্রথমবারের মতো তাদের সংস্কৃতির সাথে পুনরায় সংযোগ স্থাপন করেছেন। | Für die meisten war dies eine Premiere - Krieger haben die Verbindung zu ihren Kulturen wiederhergestellt, um den Kampf zur deren Rettung aufzunehmen. |
21 | আগামী মাসে এই ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকাগুলোতে চড়ে তাদের দ্বীপ ধ্বংস করা বন্ধ করতে ধ্বংসের উৎস বলে বিবেচিত স্থান অস্ট্রেলিয়াতে যাবে। | Im kommenden Monat werden diese traditionellen Kanus nach Australien paddeln, um die Zerstörung ihrer Inseln am Ursprung zu beenden. |
22 | এটি একটি অবিশ্বাস্য, অবিস্মরণীয় পদক্ষেপ হতে যাচ্ছে। এ কর্মসূচীর মাধ্যমে একটি শক্তিশালী বার্তা পাঠানো সম্ভব হবে যেঃ কয়লা শিল্প প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর ভবিষ্যৎ ডুবিয়ে দিবে আর আমরা চুপ করে বসে থাকব না। | Das wird eine unglaubliche und wegweisende Aktion, und sie wird ein deutliches Signal aussenden: wir werden nicht tatenlos zusehen, wie die Kohleindustrie die Zukunft der Pazifischen Inseln versenkt. |
23 | এটি অত্যন্ত ব্যয়বহুল একটি পদক্ষেপ। আর তাই আমাদের প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দল ডিঙ্গি নৌকাগুলো তৈরি করতে এবং এই ভ্রমণ সফল করতে স্থানীয়ভাবে তহবিল সংগ্রহের কাজ করে যাচ্ছে। | Es ist ein teures Unterfangen und unsere Pazifikinsel-Teams haben lokal Spenden gesammelt, um die Kanus zu bauen und die Reise zu unternehmen. |
24 | এই খরচ বহনে প্রদত্ত যেকোন অনুদান যথার্থভাবে মূল্যায়ন করা হবে। | Wir wären über jeden Beitrag zu diesen Kosten sehr dankbar. |
25 | আপনি যদি অস্ট্রেলিয়াতে থেকে থাকেন বা কাছাকাছি থাকেন তবে আসুন আমাদের সাথে অংশ নিন। | Wenn du in Australien oder in der Nähe bist, komm und mach mit! |
26 | যত বেশি লোক আমাদের সাথে অংশগ্রহণ করবেন আমাদের বার্তাটি ততো বড় এবং ভালভাবে পৌঁছানো সম্ভব হবে। | Je mehr Menschen wir dazu bringen können, sich uns anzuschließen, desto größer und besser wird die Botschaft. |
27 | এই অনুষ্ঠানে যোগ দিতে এখানে রেজিস্ট্রেশন করুন। | Registration für die Veranstaltung hier. |
28 | আর যারা অস্ট্রেলিয়ার বাইরে আছেন তারা ওয়েবসাইটটিতে ভিজিট করে দেখুন কীভাবে আপনি প্রশান্ত মহাসাগরীয় জলবায়ু যোদ্ধাদের সাথে একাত্মতা প্রকাশ করতে পারেন। | Für diejenigen außerhalb von Australien, besuche die Website, um herauszufinden, wie man Solidarität mit den pazifischen Klimakriegern zeigen kann. |
29 | এরপর সবশেষে যা করতে পারেন তা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় জলবায়ু যোদ্ধাদের গল্পগুলো আপনি সারা পৃথিবীর সাথে শেয়ার করতে পারেন! | Und abschließend, teile die Geschichte der pazifischen Klimakrieger der Welt mit! |
30 | টোকেলাউ স্কুলের বাচ্চারা একটি ডিঙ্গি নৌকা এবং ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে লিখা আছেঃ “আমরা ডুবে যাচ্ছি না, আমরা যুদ্ধ করছি।” | Tokelau Schulkinder mit Kanu und Spruchband, das bekundet: “Wir ertrinken nicht, wir kämpfen”. |
31 | ছবি: 350.org | Foto: 350.org |