# | ben | deu |
---|
1 | বুলগেরিয়া: সোফিয়াতে বন আইনের বিরুদ্ধে প্রতিবাদ | Bulgarien: Demonstrationen in Sofia gegen das Waldgesetz |
2 | এই সপ্তাহে, সোফিয়ার কাছে ভিটোসা পাহাড়ে স্কি রিসোর্ট কোম্পানির চাপের কারণে অস্পষ্ট বন আইনের সংশোধনী যা “সংশোধনী ভিটোসা-স্কি” নামে পরিচিত, এর বিরুদ্ধে অননুমোদিত প্রতিবাদের মাধ্যমে রাজধানী সোফিয়াতে দুইদিন, ১৩ ও ১৪ জুন, চলাচলে বাঁধা সংক্রান্ত প্রতিবাদ হয়েছে। | Am 13. und 14. Juni legten nicht genehmigte Demonstrationen gegen die Änderung des vagen Waldgesetzes den Verkehr in Sofia zwei Tage lang lahm. Ihre Gegner nennen die Gesetzesänderung »Witoscha-Ski-Änderung«, weil sie dem Vernehmen nach unter massivem Druck der Firma Witoscha Ski [bg] eingebracht wurde, die im weitgehend unter Naturschutz stehenden Witoschagebirge bei Sofia mehrere Skigebiete betreibt. |
3 | প্রায় ৫০০০ জন (প্রথমদিন ২০০০ এবং দ্বিতীয় দিন ৩০০০ জন) এই প্রতিবাদে অংশগ্রহণ করে। | An den Kundgebungen nahmen rund 5 000 Menschen teil - 2 000 am ersten Tag, 3 000 am zweiten. |
4 | ভূমির অবস্থা অপরিবর্তিত রেখে স্কির সুবিধা ও যন্ত্রপাতি স্থাপনের অনুমতি বন আইন পূর্বেই দিয়েছে। | Nach dem geänderten Waldgesetz dürfen in bisher geschützten Gebieten Skianlagen und Gebäude errichtet werden, ohne dass vorher der Status als geschütztes Gebiet aufgehoben werden muss. |
5 | অনেকেই মনে করেন যে “অলিগার্চ” সংসদে তাদের প্রতিনিধিদের মাধ্যমে এই জমি প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য চায়। | Viele Bulgaren meinen, dass sich die Oligarchen dieses Land über ihre Lobby im Parlament als Privatbesitz aneignen möchten. |
6 | ফেসবুক [বুলগেরিয়ান], টুইটার এবং শব্দ বার্তার মাধ্যমে পরিবেশবাদী ও অন্যান্যরা নিজেদের প্রচেষ্টায় সংগঠিত হন। | Umweltschützer und Bürger organisierten sich auf Facebook [bg], Twitter und über Messaging. |
7 | ১৩ জুন, প্রতিবাদের প্রথম দিন, সন্দেহ করা হয়, বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বইকো বরিসভ এর জন্মদিনে “অলিগার্চের” সাথে সম্পর্ক স্থাপিত হয়। | Der 13. Juni, der erste Protesttag, ist der Geburtstag des bulgarischen Abgeordneten Bojko Borisow, dem Verbindungen zu den Oligarchen nachgesagt werden. |
8 | ১৩ জুনের র্যালির ভিডিও পোস্টিং এর মাধ্যমে, বুলগেরিয়ার সাংবাদিক ইভান বেডরভ তার ব্লগে [বুলগেরিয়ান] লিখেছেন “শুভ জন্মদিন, প্রিয় বইকো” : | Der bulgarische Journalist Iwan Bedrow veröffentlichte in seinem Blog [bg] unter der Überschrift »Herzlichen Glückwunsch, Bojko« ein Video von der Kundgebung am 13. Juni: |
9 | ডোরেইড আল হাফিড, ইউরোপীয় সাংবাদিক সংগঠন-বুলগেরিয়া এর একজন কর্মী ও সদস্য তার ফেসবুক পেজে ১৩ জুন এই ছবি পোষ্ট করেছেন: বইকোর পতন! | Doraid al Hafid, Aktivist und Mitglied der Association of European Journalists - Bulgaria [en] setzte das folgende Foto von der Kundgebung auf seine Facebook-Seite: |
10 | ছবি ডোরেইড আল হাফিড, অনুমতিসহ প্রকাশিত। | |
11 | পুলিশ দুইদিনের প্রতিবাদে মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে এবং ৩ জন আহত হয়েছেন। | Insgesamt wurden an den beiden Demonstrationstagen 24 Menschen verhaftet und drei verletzt. |
12 | এই পোষ্টের লেখক নীচের ভিডিওটি ধারণ করেছেন, যাতে ১৩ জুন এর গ্রেপ্তারের শুরু দেখা যাচ্ছে: | Das folgende, vom Verfasser dieses Artikels aufgenommene Video zeigt den Anfang der Kundgebung vom 13. Juni: |
13 | ১৪ জুন র্যালির পরে, জনতা স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতির কার্যালয়ের বিষয়ে উৎসাহিত হয়। | Am 14. Juni marschierten die Menschen nach der Kundgebung spontan zum Amtssitz des Präsidenten. |
14 | এই ভিডিওতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে: | Das folgende Video zeigt den massiven Polizeieinsatz. |
15 | প্রতিবাদকারীদের নিকট থেকে আরও ভিডিও এখানে এবং এখানে। | Weitere Videos von den Kundgebungen finden Sie hier und hier. |
16 | ফেসবুক পেজ “বুলগেরিয়া দখল করো” (১৪,০০০ বেশী সদস্য সংখ্যা) ১৪ জুন প্রতিবাদ থেকে ৪৪টি ছবি পোষ্ট করেছে। | Die gut 14 000 Mitglieder zählende Facebook-Seite »Occupy Bulgaria« veröffentlichte 44 Fotos vom 14. Juni. |
17 | আভাজে একটি আবেদন: “বুলগেরিয়ার রাষ্ট্রপতিকে নতুন বন আইন বাতিল করতে এবং অলিগার্চকে অবিবেকবান সরকারী সাহায্য বন্ধ করতে বলুন”। | Auf Avaaz wurde eine Petition initiiert: »Fordern Sie den bulgarischen Präsidenten auf, das neue Waldgesetz abzulehnen und die skrupellose staatliche Unterstützung der Oligarchen zu beenden«. |
18 | আজ, ১৫ জুন, তৃতীয় প্রতিবাদের জন্য নির্ধারিত। | Die dritte Kundgebung ist für den 15. Juni geplant. |
19 | এর জন্য ফেসবুকের ইভেন্ট [বুলগেরিয়ান] এর শিরোনাম “অর্লভ সেতু ৩ এ চলাচল বন্ধ করুন”। | Die zugehörige Facebook-Aktion nennt sich Sperren der Orlow-Brücke III [bg]. |