Sentence alignment for gv-ben-20150312-47732.xml (html) - gv-deu-20150316-26935.xml (html)

#bendeu
1পেরুতে সমুদ্রতটে যাওয়া ব্যক্তিরা মানববন্ধন রচনার মাধ্যমে ডুবন্ত সাঁতারুদের উদ্ধার করেছেMenschenkette rettet vier Badegästen an einem Strand in Peru das Leben
2আরিকার সমুদ্রতটে মানব বন্ধন রচনা।Menschenkette an einem Strand in Peru.
3ছবি টুইটারে ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছে।Foto: Twitter.
4Ein WhatsApp-User berichtete von einem Akt der Solidarität am Strand von Arica, der 30 km südlich der peruanischen Hauptstadt Lima liegt.
5রোববার, ১ মার্চ পেরুর রাজধানী লিমা থেকে ১৮ মাইল দূরে অবস্থিত আরিকা সমুদ্রতটে মানবতার এক অসাধারণ কার্য সংঘঠিত হয়েছে।Vier im Meer badende Personen drohten zu ertrinken, nachdem sie von einem starken Wellengang mitgerissen wurden.
6আলেহান্দ্রো এসপিনোজা, এল কোমার্সিও নামক সংবাদপত্রের হোয়াটস এ্যাপ একাউন্টে সংবাদ প্রদান করেন যে প্রবল সামুদ্রিক ঢেউয়ের সাথে লড়াই করতে থাকা চারজন সাঁতারুর জীবন রক্ষায় সমুদ্র তট উপস্থিত ব্যক্তিরা এক মানব বন্ধন তৈরী করে, যার ফলে উপকূলে ডুবে যাওয়া থেকে মানুষদের রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের আর সমুদ্রে নামতে হয়নি।Der Seegang erlaubte auch den Rettungsschwimmern nicht, zu ihnen vorzudringen. Als die anderen Strandbesucher erkannten was sich da abspielte, bildeten sie spontan eine Menschenkette und schafften es so, die in Not geratenen Schwimmer zu retten.
7পরে পেরুর সংবাদ বিষয়ক ওয়েবসাইট তাউয়ি. পে এই সংবাদটি তুলে ধরে।Die Website Tawi.pe fasst zusammen, was sich an jenem Sonntag des 1. Märzes zugetragen hatte:
8এই সাইটটি ব্যাখ্যা করেছে: […] যখন সেখানে উপস্থিত ব্যক্তিরা খেয়াল করে যে তাদের পক্ষে আর পানি থেকে সাতারুদের উদ্ধার করা সম্ভব নয়, তখন তারা স্বতঃস্ফূর্ত ভাবে এক মানব বন্ধন তৈরি করে, যাতে তারা এদের সাহায্য করতে পারে।[…] als ihnen bewusst wurde, dass die Rettungsschwimmer es nicht alleine schaffen würden, die Badenden aus dem Wasser zu holen, stellten sich die Anwesenden spontan zu einer Menschenkette auf um zu helfen.
9যদিও সেখানে জীবন রক্ষাকারী বাহিনীর লোকজন উপস্থিত ছিল, কিন্তু সাতারুদের সমুদ্রের ঢেউ থেকে উদ্ধার করে আনাটা ছিল জটিল একটা কাজ।Trotz der Rettungsschwimmer war es kompliziert, die in Not geratenen aus dem Wasser zu ziehen, da die Strömung und der Wellengang sehr stark waren.
10কিন্তু অন্তত এই মানববন্ধন তাদের রক্ষা করতে সমর্থ হয়, আর যারা এই উদ্ধার কার্যে অংশ নিয়েছিল তারা জনতার করতালি লাভ করে।Schließlich aber konnten sie durch die Menschenkette gerettet werden. Die Zuschauer applaudierten allen an der Rettungsaktion Beteiligten.
11বেশ কিছু সংবাদপত্রে এই ঘটনাটি শিরোনাম হয়, টুইটার ব্যবহারকারীরা এই মানববন্ধনের ছবি প্রদর্শন করে:Auch die Twitter-User veröffentlichten Fotos der Menschenkette:
12চারজন সাঁতারুকে উদ্ধারে সমুদ্রস্নানে অংশ নেওয়া ৫০ জন নাগরিক এক মানববন্ধন তৈরী করে…#Lima: 50 bañistas formaron ‘cadena humana' para salvar a cuatro … - Trome http://t.co/bCe1qExFLb - 757Live Peru (@757LivePE)marzo 3, 2015
13এক মানববন্ধন আরিকা সমুদ্র তটে ডুবে যাওয়ার উপক্রম চারজনকে উদ্ধারের করেছে।50 Badegäste bilden Menschenkette um vier zu retten - Trome
14আরিকা সমুদ্র তটে ডুবে যাওয়ার উপক্রম চারজনকে উদ্ধারের জন্য সেখানে সাঁতার কাটা ব্যক্তিরা এক মানববন্ধন তৈরী করে।Menschenkette aus Badegästen rettet 4 Personen vor dem Ertrinken, Strand von Arica
15একজন টুইটার ব্যবহারকারী এক পরিপূর্ণ আশার বাণী প্রদান করেছে :Badegäste am von Strand Arica retteten mit Menschenkette vier Menschen vor dem Ertrinken
16আরিকা সমুদ্র তটে মানব বন্ধন গড়ে কয়েকজন ব্যক্তিকে ডুবে যাওয়া থেকে বাঁচানোর জন্য সাতারুরা যে একাত্মতা প্রদর্শন করেছে তা মানবতার প্রতি বিশ্বাস রাখতে আমাকে বাধ্য করেছে!Ein Twitter-Uster schrieb voller Optimismus: Die Solidarität der Badegäste am Strand von Arica, die mit einer Menschenkette Leben retteten, bringt mich dazu an die Menschheit glauben!
17সৌভাগ্যক্রমে এই ধরনের মহানুভবতা প্রদর্শন পেরুতে অস্বাভাবিক কিছু নয়।Zum Glück sind diese Akte der Solidarität in Peru nicht selten.
18কয়েকদিন আগে পেরুর শত শত মোটর সাইকেল-এর চালক রাতের বেলা তাদের মোটর সাইকেলে লাইট জ্বালিয়ে রাখে যাতে উকাইলির রানওয়ে উজ্জ্বল হয়ে উঠে, যেন এই আলোতে মুমূর্ষু তিন রোগীকে নিয়ে যাত্রা করা বিমান আকাশে উড্ডয়ন করতে পারে।Hunderte Motorrad-Taxifahrer beleuchteten vor einiger Zeit mit ihren Schweinwerfern die Startbahn eines Flughafens in der Region Ucayali um einem Kleinflugzeug, das drei Patienten in kritischem Zustand transportierte, den Start zu erleichtern.