Sentence alignment for gv-ben-20151124-50658.xml (html) - gv-deu-20151104-33131.xml (html)

#bendeu
1শরণার্থীদের জন্য ইরান সার্বজনীন স্বাস্থ্য সেবা প্রদান করবেDer Iran bietet eine allgemeine Gesundheitsversorgung für Flüchtlinge an
2ইরানের সিরাজ শহরের এক স্থানীয় মসজিদে আফগান এতিম এবং শরণার্থীদের জন্য পরিচালিত বিদ্যালয়ে আফগান শিশুদের ছবি।Bilder von afghanischen Kindern an einer Schule, die von einer lokalen Moschee für afghanische Waisenkinder und Geflüchtete betrieben wird in Shiraz, Iran.
3ছবি সিমন মঙ্ক-এর (সিসি বাইএনসি- এনডি ২০)।Foto von Simon Monk (CC BY-NC-ND 2.0).
4ইরানে জাতিসংঘের মিশন এর এক ঘোষণায় জানা যাচ্ছে যে ইরান সরকার সেখানে নিবন্ধিত সকল শরণার্থীকে সালামাত বীমা নামক প্রকল্পে অর্ন্তভুক্ত করবে।In einer Bekanntmachung der Mission der Vereinten Nationen im Iran wurde mitgeteilt, dass die iranische Regierung alle registrierten Flüchtlinge in ihre Salamat Gesundheitsversorgung aufnehmen wird.
5ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়, ইরানের স্বাস্থ্য বিষয়ক বীমা সংগঠন এবং জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন (ইউএনএইচসিআর)-যৌথ ভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে।
6ইরানে অবস্থিত সকল নিবন্ধিত আফগান এবং ইরাকি শরণার্থীদের উদ্দেশ্যে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।Dies geschieht in einer Zusammenarbeit zwischen dem Innenminister, zuständig für die Einwanderungspolitik, der iranischen Krankenversicherungsorganisation und des Hohen Flüchtlingskommissars der Vereinten Nationen (UNHCR).
7ইরানের ইসলামপন্থী মতাদর্শের সংগঠন ও মেহের সংবাদ প্রকাশনার এক অংশ ইংরেজি দৈনিক তেহরান টাইমস এই কর্মসূচির বিষয়ে ইউএনএইচসিআরএর প্রতিনিধি সিভাঙ্কা ধানাপালার ইরানের প্রতি কৃতজ্ঞতাকে বর্ণনা করেছে এভাবে:Dieser Plan ist auf afghanischen und irakischen Flüchtlinge ausgerichtet. Irans Tageszeitung Tehran Times, ein Teil der “Mehr News Agency”, die im Besitz der Verbreitungsorganisation von islamischer Weltanschauung ist, beschrieb diese “Dankbarkeit” von Sivanka Dhanapala, des UNHCR Repräsentanten im Iran, für das Programm folgendermaßen:
8ইরানের এই অবদানকে স্বীকার করে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক বিশেষ দূত ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সরকারের সকল সেবার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যা ইরান তার গ্রামাঞ্চলে বসবাসরত বিশ্বের অন্যতম বৃহৎ এক শরণার্থী জনগোষ্ঠীকে প্রদান করে আসছে। দীর্ঘ তিন দশক ধরে এই সমস্ত শরণার্থীরা এখানে বসবাস করছে।UNHCRs Repräsentant im Iran honoriert die Unterstützung der iranischen Regierung, und brachte die Dankbarkeit des UNHCRs gegenüber der Regierung der islamischen Republik Iran zum Ausdruck für all die Leistungen, die seit über drei Jahrzehnten für die langwierige Flüchtlingssituation in der Welt erbracht werden, und nun der Aufnahme der Flüchtlinge in die allgemeine Gesundheitsversorgung, was nicht nur ein regionales sondern ein globales Beispiel ist, und fügt an, dass solch eine Leistung noch nie zuvor angeboten wurde und daher sehr hofft, dass mehr Länder diesem Beispiel folgen werden.
9তাদের যে ধরণের সুবিধা প্রদান করা হয়ে এবং শরণার্থীদের সার্বজনীন এক বীমায় অন্তর্ভুক্ত করার বিষয়টি কেবল আঞ্চলিক পর্যায়ে নয়, বিশ্বের মাঝে এক উদাহরণ।Die Hälfte der Kosten für das Programm werden von der iranischen Regierung übernommen, während der UNHCR es mit 8,3 Millionen US Dollar unterstützen wird.
10শরণার্থীদের ইরান এমন এক সেবা প্রদান করছে যা এর আগে কেউ প্রদান করেনি এবং আমি আন্তরিক ভাবে আশা করি যে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো ইরানের এই উদাহরণ গ্রহণ করবে।
11এই প্রকল্পের অর্ধেক অর্থ জোগান দেবে ইরান সরকার, পাশাপাশি ইউএনএইচসিআর ৮. ৩ মিলিয়ন ডলার এই প্রকল্পে প্রদান করবে।Das Programm wird für alle registrierten Flüchtlinge verfügbar sein, die Zugang zu einem Krankenversicherungspaket erhalten für “Krankenhausaufenthalte und vorübergehende Krankenhausaufenthalte”, genauso wie iranische Staatsbürger.
12নিবন্ধিত সকল শরণার্থী এই বীমার সুযোগ নিতে পারবে, তারা এই স্বাস্থ্য বীমা করতে পারবে, যে বীমার অধীনে থাকবে “হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা সেবা এবং সাময়িক ভাবে হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ, যা কেবল ইরানের নাগরিকদের জন্য সহজলভ্য।
13ইউএনএইচসিআর-এর ওয়েবসাইট অনুসার ইরান হচ্ছে “বিশ্বের অন্যতম বৃহৎ এবং দীর্ঘ সময় ধরে বাস করা শরণার্থীদের এক বাসস্থান ”।Laut der UNHCR-Website, ist der Iran das Zuhause von einer “der weltweit größten und langwierigsten Flüchtlingspopulation.”
14ইরানে প্রায় ১০ লক্ষ আফগান শরণার্থীর বাস। পাশাপাশি দেশটিতে অনিবন্ধিত ১৪ লক্ষ থেকে ২০ লক্ষ শরণার্থী বাস ও কাজ করে।Irans afghanische Flüchtlingspopulation liegt bei fast einer Millionen, mit geschätzten weiteren 1,4 bis 2 Millionen nicht registrierter Flüchtlinge, die im Land leben und arbeiten.
15অতীতে আফগান শরণার্থীদের প্রতি ইরানের আচরণ সমালোচিত হয়েছিল। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হিউম্যান রাইট ওয়াচের তথ্য যা মূলধারায় বিস্তারিত ভাবে প্রকাশ করা হয় এবং কখনো আফগানদের উপর অত্যাচার এর হয় একই সাথে ইরানী সমাজ এবং সরকার দ্বারা। .Die Behandlung dieser Bevölkerung durch den Iran führte in der Vergangenheit zu Kritik, vor allem im Human Rights Watch Report 2013 wurde detailliert die schlechten Behandlungen und teilweise Misshandlungen, denen Menschen aus Afghanistan durch die iranische Gesellschaft und Regierung ausgesetzt waren, beschrieben.
16২০১৫ সালের ঘটনাবলিকে মাথায় রেখে ইউএনএইচসিআর বিস্তারিত রূপে আশা প্রকাশ করছে যে ইরানে নীচের চিত্র অনুসারে মূলত আফগান, ইরাকি এবং পাকিস্তানী শরণার্থী গ্রহণ করবে।Für die Hochrechnung 2015 hat der UNHCR detailiert die Erwartungen für die iranische Aufnahme, vorwiegend von Flüchtlingen aus Afghanistan, Irak und Pakistan, beschrieben, dies ist im Bild unten erkennbar. Chart from UNHCR country operations profile.
17বিভিন্ন দেশের শরণার্থীদের উপর পরিচালিত ইউএনএইচসিআর-এর কার্যক্রমের তালিকা ।Der Iran wurde dafür kritisiert, dass keine syrischen Flüchtlinge im Bürgerkrieg aufgenommen wurden.
18সিরিয়ায় গৃহযুদ্ধের শুরু থেকে এই গৃহযুদ্ধ চলাকালীন সময়ে দেশটির শরণার্থীদের গ্রহণ না করায় ইরানের সমালোচনা করা হয়েছে।Dieser Vorwurf kommt in Bezug auf die Tatsache, dass der Iran im Syrienkrieg als Verbündeter und Unterstützer von Präsident Bashar Al-Assad stark involviert ist.
19এই বিষয়টি এসেছে এই বাস্তবতা থেকে যে ইরান এই গৃহযুদ্ধ প্রবল ভাবে জড়িয়ে পড়েছে, যে দেশটি সিরীয় সরকারের এক সহযোগী এবং দেশটির রাষ্ট্রপতি বাশার-আল-আসাদের সমর্থক।
20ঘটনা হচ্ছে, শরণার্থীদের জন্য সার্বজনীন স্বাস্থ্যবীমা চালু করা একই সাথে ইরান এবং এই অঞ্চলের জন্য এক উল্লেখযোগ্য ঘটনা।Natürlich ist diese Entwicklung des sich Einsetzens für eine allgemeine Gesundheitsversorgung von Flüchtlingen ein wichtiger Meilenstein für den Iran und die Region.
21তবে এখনো ইরান প্রতিবেশী সিরিয়ার শরণার্থী সঙ্কটের সমাধানে এগিয়ে এসে নিজের ভাবমূর্তি উন্নত করতে পারে।Der Iran kann jedoch auch seine Außendarstellung verbessern, indem er seine Rolle zur Milderung der Flüchtlingskrise im Nachbarland Syrien stärkt .