# | ben | deu |
---|
1 | “সিরিয়দের ক্রমাগত হত্যা করায় আসাদের উপর বিশ্ববাসী খুশী” | “Die Welt freut es, dass Assad weiterhin Syrer tötet” |
2 | উত্তর সিরিয়ার ইদলিবের কাফ্রানবেলে সিরিয় প্রতিবাদকারীরা আসাদ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নিতে ব্যানার বহন করছেন। | Alle Links in diesem Artikel führen, soweit nicht anders gekennzeichnet, zu englischsprachigen Webseiten. Syrische Demonstranten halten in Kafranbel, im nordsyrischen Idlib, ein Plakat, das zum internationalen Handeln gegen das Assadregime aufruft. |
3 | সর্বসত্ত্ব ডেমোটিক্স ৩০ আগস্ট, ২০১৩। | Foto von Majid Almustafa. Copyright Demotix, 30. |
4 | এই পোস্টটি আমাদের বিশেষ কভারেজ সিরিয়ায় টিকে থাকা এর একটি অংশ | August 2013 Dieser Beitrag ist Teil unseres Dossiers Überleben in Syrien. |
5 | সিরিয়া সরকার এইমাত্র ঘোষণা করেছে, তাঁদের রাসায়নিক অস্ত্রের মজুদ আন্তর্জাতিক নিয়ন্ত্রনের অধীনে রাখতে প্রস্তুত - এবং এরপর তাঁরা রাশিয়ার অঙ্কিত একটি নতুন চুক্তি অনুযায়ী এগুলো ধ্বংস করে ফেলবে। | Syrien hat soeben bekannt gegeben, dass es sich bereit erklärt, sein Chemiewaffenarsenal unter internationale Kontrolle zu stellen - um es dann zu vernichten, so ein Deal, der von Russland vorgeschlagen wurde. |
6 | কিন্তু সক্রিয় কর্মীরা বলছে, যুদ্ধকৌশলটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তাঁর ব্যবস্থায় অন্যসব ধরনের অস্ত্রের সাহায্যে আরও লোককে হত্যা করার সময় করে দিবে। | Aktivisten sehen darin eine Taktik, mit deren Hilfe der syrische Präsident Bashar al-Assad Zeit gewinnt, um weiterhin Menschen mit all den anderen Waffenarten umzubringen, die ihm zur Verfügung stehen. |
7 | চুক্তিটির উদ্দেশ্য হচ্ছে সিরিয়াতে মার্কিন হামলা প্রতিহত করা। | Der Deal hat zum Ziel, einen US-amerikanischen Militärschlag gegen Syrien abzuwenden. |
8 | সিরিয়ার জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে হামলাটির প্রস্তুতি নেয়া হচ্ছে। | Syrien wird vorgeworfen, Chemiewaffen gegen das syrische Volk eingesetzt zu haben. |
9 | জাতিসংঘের হিসাব অনুযায়ী, সেখানে কমপক্ষে ১ লক্ষ লোককে হত্যা করা হয়েছে এবং ২০১১ সালের মার্চে আসাদ-বিরোধী প্রতিবাদের শুরু থেকে এ পর্যন্ত ২ মিলিয়ন মানুষ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। | Nach Angaben der Vereinten Nationen wurden seit Beginn der Proteste gegen Assad im März 2011 mindestens 100.000 Menschen getötet und mehr als 2 Millionen gezwungen, aus dem Land zu fliehen. |
10 | সিরিয়ার সক্রিয় কর্মী সাকিব আল-জাবরি ব্যাখ্যা করেছেনঃ | Der syrische Aktivist Shakeeb Al-Jabri empört sich: |
11 | জরুরিভাবে আজ যা নির্ধারিত হয়েছে, তা হচ্ছে আপনি কাউকে গুলি করে মারতে পারেন এবং শাস্তি থেকে বাঁচতেও পারেন, কারন, আপনার কাজ শেষ হয়ে যাবার পর আপনি আপনার বন্দুকটি হস্তান্তর করে দিয়েছেন। #সিরিয়া | Im Grunde genommen wurde heute festgelegt, dass du jemanden erschießen und der Strafe entkommen kannst, wenn du deine Waffe aushändigst, nachdem du die Sache erledigt hast. |
12 | মৌরিতানিয়ার সক্রিয় কর্মী নাসের ওয়েদাদি জানিয়েছেনঃ | Der mauretanische Aktivist Naser Weddady stellt fest: |
13 | শাসনতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রী রাসায়নিক অস্ত্র তত্ত্বাবধানে রাখার প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছেন = আসাদের যুদ্ধ যন্ত্রটি হত্যা চালিয়ে যাওয়ায় সারা বিশ্ব আনন্দিত। | Der Außenminister des Regimes begrüßt den Vorschlag, die Chemiewaffen unter Kontrolle zu stellen. = Die Welt freut es, dass die Kriegsmaschinerie Assads das Töten fortsetzt. |
14 | এবং বিসিরিয়া আরও বলেছেনঃ | Und BSyria fügt hinzu: |
15 | সিরিয়ার ৭ মিলিয়ন বাস্তুচ্যুত নাগরিক রাসায়নিক অস্ত্রের কারনে তাঁদের বাড়িঘর রেখে পালিয়ে যায়নি। | Die 7 Millionen vertriebenen Syrer sind nicht wegen der Chemiewaffen geflohen. |
16 | তখন গজল বলেছেন, আসাদের রাসায়নিক অস্ত্রের ব্যবহারের উপর শাসন করা বলতে বোঝায়, অন্যসব অস্ত্রের ব্যবহার গ্রহনযোগ্য [আরবি]: | Ghazal sagt, dass das Verfügen über den Gebrauch von chemischen Kampfstoffen durch Assad bedeute, dass alle anderen Waffen zulässig seien [ar]: |
17 | এবং এখন তাঁরা রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষন করা গ্রহন করে নিয়েছে। তাঁর মানে আমরা আবার বিমানবাহিনী, কামান, গোলা প্রভৃতি ও বন্দুকের নলে ফিরে যাবো। | Dass sie sich nun über eine Kontrolle der Chemiewaffen geeinigt haben bedeutet für uns, dass wir wieder bei der Luftwaffe, den Geschützen und Gewehren sind. |
18 | কতো লোক মারা গেল তাতে কোন সমস্যা নেই। তাঁরা ব্যবহার করা অনুপযুক্ত বলে ঘোষণা করবে। | Kein Problem wie viele sterben, [dann heißt es] “Wir verurteilen es”. |
19 | রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলো কিনা এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। | Das Wichtigste ist, dass die Chemiewaffen kontrolliert werden. |
20 | বিবিসি খবরের মধ্যপ্রাচ্য ব্যুরোর প্রধান রিচার্ড কোলেবোর্ন একটি ধারাবাহিক টুইটের মাধ্যমে পরামর্শ দিয়ে বলেছেন, অবশ্যই রাশিয়া এবং সিরিয়া তাঁদের কার্যকলাপ সমন্বিতভাবে করতে পারে। | In einer Reihe von Twitter-Nachrichten deutet der Leiter des Nahostbüros der BBC Richard Colebourn an, dass Russland und Syrien - offenbar - ihre Vorgehensweise abgestimmt haben. |
21 | #সিরিয়া - র রাষ্ট্রায়ত্ত টেলিভিশন #রাশিয়া রাসায়নিক অস্ত্র প্রস্তাব নামে একটি গ্রাফিক রিপোর্ট করেছে - যা অত্যন্ত আনন্দদায়ক। | Das syrische Staatsfernsehen berichtet mithilfe einer Grafik über den Chemiewaffenvorschlag Russlands - und die ist interessant. |
22 | #রাশিয়া এবং #সিরিয়া - এর বক্তব্য প্রদানের সময়সূচি এবং সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের আনন্দদায়ক কভারেজ থেকে এই পরামর্শ দেয়া হয়েছে যে সবকিছুই সুন্দরভাবে সমন্বয় সাধন করা হয়েছে। | Die zeitliche Abstimmung der Stellungnahmen Russlands und Syriens und eine interessante Berichterstattung des syrischen Staatsfernsehens legen nahe, dass alles hübsch eingefädelt wurde. |
23 | তিনি আরও লিখেছেনঃ | Er ergänzt: |
24 | #রাশিয়া চুক্তি কি ওবামার জন্য একটি পথ তৈরি করে দিয়েছে ? | Ist der Deal Russlands ein Ausweg für Obama? |
25 | তাঁর মানে কি দীর্ঘায়িত রাসায়নিক অস্ত্র অনুসন্ধান/ পর্যবেক্ষন জাতিসংঘ + বিশ্বকে #সিরিয়ার জন্য আমলাতান্ত্রিক সূত্র-গ্রন্থিতে একসাথে বাঁধবে ? | Benutzt Syrien es als Mittel, um die VN und die Welt mit langwierigen Chemiewaffeninspektionen/-kontrollen und bürokratischen Verwicklungen zu knebeln? |
26 | এই উদ্যোগ অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। | Der Schritt wirft auch viele Fragen auf. |
27 | আল জাজিরার ইংরেজি বিভাগের প্রতিনিধি, জিনা খোদর টুইট করেছেনঃ | Zeina Khodr, eine Korrespondentin von Al Jazeera English, twittert: |
28 | #সিরিয়ার নাগরিকেরা এখন প্রশ্ন করছে, হয়তো #মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিয়েছে শুধুমাত্র এইটুকু নিশ্চিত করতে যে রাসায়নিক অস্ত্র যেন “ভুল লোকের হাতে” (আল কায়েদা এবং হিজবুল্লাহ) চলে না যায়। | Syrer fragen sich nun, ob das Drohen mit einem Militärschlag von Seiten der USA nur dazu diente um sicherzustellen, dass die Chemiewaffenarsenale nicht in die “falschen Hände” geraten (al-Qaida und Hizbollah). |
29 | তখন সিরিয়ার ব্লগার আনাস মারাউই বলেছেনঃ | Der syrische Blogger Anas Maarawi sagt: |
30 | রাসায়নিক অস্ত্র তাঁরা কোথায় হস্তান্তর করছে ? | Von woher kommen sie uns damit an, die Chemiewaffen auszuhändigen? |
31 | ক্ষমতা টিকিয়ে রাখতে শাসনতন্ত্র তাঁর মা, বাবা এবং বোনকে পর্যন্ত হস্তান্তর করতে প্রস্তুত। | Das Regime ist bereit, seine Mutter, seinen Vater, seine Tochter und sogar Qardaha [Heimatort der Familie al-Assad] auszuhändigen im Gegenzug dazu, dass es bleiben kann. |
32 | এই পোস্টটি আমাদের বিশেষ কভারেজ সিরিয়ায় টিকে থাকা এর একটি অংশ | Dieser Beitrag ist Teil unserer Sonderberichterstattung Syrische Proteste. |