Sentence alignment for gv-ben-20140121-40946.xml (html) - gv-deu-20140403-19103.xml (html)

#bendeu
1কিভাবে কার্টুন চরিত্র ‘মীনা’ বদলে দিচ্ছে মেয়েদের প্রতি দক্ষিণ এশিয়ার সমাজগুলোর নেতিবাচক ধারনাDie Zeichentrickfigur ‘Meena’ trägt in Südasien zu einer neuen Einstellung gegenüber Mädchen bei
2মীনার কমিক বইয়ের কভার পাতা।Screenshot vom Titelbild eines Meena-Comics.
3ছবি ইউনিসেফের সৌজন্যেMit freundlicher Genehmigung von UNICEF
4আজ থেকে ২০-২৫ বছর আগে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মেয়েদের অবস্থা ছিল করুণ।Es ist erst zwei Jahrzehnte her, dass viele Frauen in Südasien sehr wenig Ansehen genossen.
5তখন গ্রামের বেশির ভাগ মেয়েকে পড়তে দেওয়া হতো না।Viele Mädchen in ländlichen Gebieten durften nicht zur Schule gehen.
6সবার ধারণা ছিল, মেয়েরা ঘর-সংসার করবে; তাদের লেখাপড়ার কী দরকার।Die Mädchen wurden sowieso immer verheiratet, sobald sie alt genug waren, wozu also etwas lernen?
7অল্প বয়সেই তাদের বিয়ে দেওয়া হতো।Die Jungs bekamen das beste Essen, das der Haushalt hergab, die Mädchen bekamen die Reste.
8মেয়েদের চেয়ে ছেলেদের ভালো ভালো খাবার দেওয়া হতো।Aber diese diskriminierende Denkweise hat sich enorm geändert, nicht zuletzt dank einer Comicfigur [en].
9কিন্তু আজ মেয়েদের নিয়ে এই নেতিবাচক ধারনার পরিবর্তন এসেছে।Meena [en] ist eine Zeichentrickfigur, die die Hauptrolle in der gleichnamigen Serie im südasiatischen Kinderfernsehen spielt.
10এই পরিবর্তনের পেছনে একটি কার্টুন চরিত্রের ব্যাপক ভূমিকা রয়েছে।Dank der Förderung von UNICEF [en] erfreut sich die Fernsehserie um Meena in dieser Region großer Beliebtheit.
11UNICEF entwickelte die Meena Communication Initiative (MCI) [en] als Projekt zur Massenkommunikation, um die Wahrnehmung und das Verhalten, die sich negativ auf Überleben, Schutz und Entwicklung von Mädchen in Südasien auswirken, zu ändern.
12Bangladesch war das erste Land, das Meena kennenlernte [en], als 1993 ein Film im staatlichen Fernsehen von Bangladesch ausgestrahlt wurde, der Meenas Bemühungen, eine Schule zu besuchen, thematisierte.
13সেই কার্টুন চরিত্রের নাম মীনা।Weitere wichtige Rollen spielen Meenas Bruder Raju und ihr Papagei Mithu.
14এই অঞ্চলের শিশু-কিশোরদের কাছে একটি অতি পরিচিত চরিত্র।Triff Meena. Bild aus Wikimedia
15ইউনিসেফের সহায়তায় এই কার্টুন ধারাবাহিকটি নির্মিত হয়ে থাকে।In einem älteren UNICEF-Bericht [en] heißt es:
16বাংলাদেশ ছিল প্রথম দেশ যেখানে ১৯৯৩ সালে বিটিভিতে মীনার স্কুলে যাওয়ার গল্প দেখানো শুরু হয়।Seit wir sie vor 14 Jahren erschaffen haben, hat sie Millionen von Frauen und Mädchen gezeigt, was man alles erreichen kann.
17এই কার্টুনের আরও জনপ্রিয় চরিত্র তার ভাই রাজু এবং তার পোষা টিয়াপাখি মিঠু। মীনা কার্টুনের মূল চরিত্র মীনা।In ihren Botschaften zeigt sie Lösungen für Probleme wie Mobbing, die Herausforderung, mit dem Stigma HIV/AIDS zu leben bis hin zum Recht von Mädchen, Sport zu treiben.
18ছবি উইকিমিডিয়া থেকে নেয়া হয়েছে। প্রায় দুদশক ধরে মীনা দেখিয়েছে কোটি মেয়েদের কি করা সম্ভব।Die Geschichten um Meena sind ausgesprochen unterhaltsam und lustig, spiegeln aber im Kern gleichzeitig die Lebensrealität von Mädchen in den südasiatischen Ländern wieder.
19সে ইভ টিজিং থেকে শুরু করে এইচআইভি/এইডস বা মেয়েদের খেলার অধিকার সম্পর্কে তথ্য ও সমাধান দিয়েছে।Meena kämpft in ihren Botschaften gegen Kinderheirat und die Praxis, eine Mitgift zu fordern.
20মীনার গল্পগুলো খুবই চিত্তাকর্ষক ও মজার, তবে সেগুলো দক্ষিণ এশিয়ার মেয়েদের বাস্তব সমস্যা নিয়ে কথা বলে তাই হৃদয় ছুঁয়ে যায়।Sie fördert Hygienemaßnahmen wie die Benutzung der Toilette, setzt sich dafür ein, dass Mädchen die Schule besuchen dürfen, für Gleichberechtigung zwischen Jungen und Mädchen und für das Recht auf Bildung für Dienstboten.
21ইউনিসেফের মীনা কমিউনিকেশন ই্নিশিয়েটিভ নামক প্রচারণার দ্বারা মীনা কার্টুনের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা, স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও ব্যবহারে উৎসাহিত করা, মেয়েদের স্কুলে পাঠানো, কমবয়সী মেয়েদের বিয়ে থেকে স্কুলকে বেশি গুরুত্ব দেওয়া, যৌতুক বন্ধ করা, ছেলে-মেয়ে সমান পুষ্টি ও সুযোগ-সুবিধার দাবিদার, প্রয়োজনীয় ও সমঅধিকার পেলে মেয়েরাও অনেক কিছু হতে পারে তা বোঝানো, শহরের বাসায় বাসায় কাজে সাহায্য করে এমন মেয়েদের প্রতি সুবিচার ও তাঁদের প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে।
22একটা বাচ্চা মেয়ের মাধ্যমে যে বার্তা দেয়া হচ্ছে, তা সবাইকে প্রভাবিত করছে।Die Serie macht deutlich, welchen potenziellen Nutzen Mädchen für die Gesellschaft haben, wenn ihnen Chancengleichheit zugestanden wird.
23Wie ist es möglich, dass die Botschaft, die ein kleines Zeichentrick-Mädchen verbreitet, so einschlägt, dass sie dazu beiträgt die Gesellschaft radikal zu verändern?
24দৈনিক প্রথম আলো‘কে গৃহবধু নাজনীন রহমান জানিয়েছেন:Die Hausfrau Naznin Rahman erzählte gegenüber dem Daily Prothom Alo [bn]:
25আমার মা জোহরা বেগম তাঁর দুই ছেলের বিয়েতে যৌতুক নিয়েছেন।Meine Mutter Zohra Begum hat für ihre beiden älteren Söhne Mitgift verlangt.
26তখনো টিভিতে মীনা দেখাতে শুরু করেনি।Zu der Zeit wurde Meena noch nicht ausgestrahlt.
27Seit sie angefangen hat, Meena zu sehen, hat sie eine besondere Sympathie für Mädchen entwickelt.
28তারপর যেই তিনি মীনা দেখতে শুরু করলেন, তাঁর চরিত্রে মেয়েদের প্রতি আলাদাভাবে একটা সহানুভূতি কাজ করতে লাগল।Als dann ihr jüngerer Sohn heiratete, merkten wir, wie sehr sie von Meena beeinflusst war. Für meinen jüngeren Bruder nahm sie keine Mitgift.
29তারপর যখন তাঁর ছোট ছেলের বিয়ে দিলেন, তখনই আমরা বুঝতে পারলাম তিনি মীনার দ্বারা কতটা প্রভাবিত।Shuvo Ankur [bn] schreibt auf der Kinderseite von BDNews24.com über die positiven Veränderungen, die Meena bewirkt hat:
30আম্মা আমার ছোট ভাইয়ের বিয়েতে যৌতুক নেননি।Meena war von Anfang an beliebt.
31ইতিবাচক পরিবর্তন আসার কথা লিখেছেন শুভ অংকুরও:Die Veränderungen wurden schon bald danach offensichtlich.
32প্রচার হবার পর থেকেই মীনা পেয়ে যায় দারুন জনপ্রিয়তা।Früher brachen Schülerinnen in ländlichen Gebieten die Schule ab und endeten als Dienstmädchen.
33এবং এর ফলে আসতে থাকে বেশ কিছু পরিবর্তন।Die Situation änderte sich, nachdem die Ausstrahlung der Serie um Meena begann.
34আগে গ্রামাঞ্চলে মেয়ে শিশুদেরকে স্কুলে যেতে না দিয়ে বাড়ির কাজ করানো হতো।Im Fernsehen durfte Meena zuerst nicht in die Schule gehen.
35মীনা কার্টুন প্রচার হবার পর থেকে আস্তে আস্তে ঘটতে থাকে পরিবর্তন।Sie trat aber ihrem Schicksal entgegen und erhielt die Erlaubnis, die Schule zu besuchen.
36কারণ মীনা কার্টুনেও দেখানো হয়েছে যে তাকে স্কুলে যেতে দেয়া হতো না।Weil Meena gewitzt und klug war, lernte sie rechnen und anderes Basiswissen und konnte damit ihren Vater vor den Betrügereien anderer Leute bewahren.
37কিন্তু কিছু ঘটনার পরে তাকে স্কুলে যেতে দেয়া হয়।Sie rettete die Kühe der Familie vor einem Dieb.
38এবং মীনা বিভিন্ন বুদ্ধিমত্তার পরিচয় রাখতে থাকে।Ihre Klugheit wurde populär und die Vernachlässigung von Mädchen in südasiatischen Ländern ging allmählich zurück.
39সে লেখাপড়া শিখে তার বাবাকে ঠকে যাবার হাত থেকে রক্ষা করে।Sohanur Rahman [bn] schreibt auf Kishorebarta, dass man von der Zeichentrickserie eine Menge lernen kann:
40আবার বাড়ির গরু চুরি ঠেকায়।Wir haben eine Menge von Meena gelernt.
41এমনি সব কাজের জন্য মীনা হয়ে যায় সবার জনপ্রিয় এবং সার্কভুক্ত দেশগুলোতে মেয়ে শিশুদেরকে অবহেলাও কমে যেতে থাকে।Seit den 90ern bis heute ist Meena ein Star geworden, sie ist eine ganz besondere Figur in unserer Gesellschaft. Meena wird auch im Radio übertragen.
42সোহানুর রহমান মীনা কার্টুন থেকে অনেক কিছু শেখার কথা উল্লেখ করেছেন:Farzana Islam Tithi, 24, die Stimme von Meena, erzählt dem The Daily Star [en]:
43[…] মীনার কাছ থেকে আমরা অনেক কিছুই শিখেছি।Alle liebten Meena seit ihrer Kindheit.
44সেই ৯০ দশক থেকে আজকের দিন প্রযন্ত প্রায় ১৭ বছর ধরে মীনা আমাদের সমাজের প্রতিটি মানুষের মনের মনিকোঠায় একটি উজ্জ্বল চরিত্র হিসেবে স্থান দখল করে নিয়েছে।Und jeder, gleich welchen Alters, sah sich die Serie begeistert an. Ich habe sie auch immer angesehen. Möglicherweise ist Meenas Akzent bei mir seitdem hängengeblieben und ich denke, dieses Gefühl hat mir bei der Synchronisation von Meena geholfen.
45টুইটার ব্যবহারকারী বেঙ্গলিথিঙ্কের (@bengalithingss) কাছে মীনা কার্টুন ছিল রোল মডেল:Twitter-Nutzer Bengalithings [en] hält Meena für ein Vorbild:
46সত্যি বলছি, ছোটবেলায় মীনা কার্টুনের মীনা ছিল আমার রোল মডেল।Um ehrlich zu sein war Meena aus der Meena-Serie eines meiner Vorbilder in der Kindheit.
47ইউনিসেফ বাংলাদেশের (@UNICEFBD) টুইটার অ্যাকাউন্ট থেকেও সমাজের নেতিবাচক ধারনা বদলে দেয়ার কথা উল্লেখ করা হয়েছে।UNICEF Bangladesh (@UNICEFBD) twitterte: Die Zeichentrickfigur Meena hat nach wie vor Auswirkungen auf das Leben von Kindern und räumt negative Stereotypen aus…
48অ্যানিমেশন চরিত্র মীনা শিশুদের অনুপ্রাণিত করছে, সমাজের নেতিবাচক ধারনা দূর করতে ভুমিকা রাখছে।Jedes Jahr findet am 24. Oktober in Bangladesch der “Meena-Tag” [en] statt.
49প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি, ঝরেপড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সামাজিক উদ্বুদ্ধকরণের জন্য প্রতিবছর ২৪ অক্টোবর বাংলাদেশে মীনা দিবস পালিত হয়ে থাকে।An diesem Tag soll das soziale Bewusstsein dafür geschärft werden, dass Kinder zu 100 % die Schule besuchen, Schulabbrüche vermieden werden und eine geeignete Schulbildung gewährleistet wird.
50মীনা দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাইরেও জনপ্রিয় হয়েছে।Berichten [bn] zufolge ist Meena mittlerweile auch außerhalb der Region Südasien beliebt.
51আরবি, বার্মিজ, চীনাসহ ত্রিশটির বেশি ভাষায় এর ডার্বিং হয়েছে।Die Serie wurde in über 30 Sprachen wie u. a. Arabisch, Burmesisch und Chinesisch synchronisiert.
52মীনা কমিক বইগুলো এখানে থেকে ডাউনলোড করা যাবে।Meena-Comics können hier [en] kostenlos heruntergeladen werden.