Sentence alignment for gv-ben-20140825-44511.xml (html) - gv-deu-20140803-23783.xml (html)

#bendeu
1বিশ্বের শ্রেষ্ঠ জার্মান ভাষার শিক্ষার্থী তকমা পাবার লড়াইয়ে টেক্কা দিচ্ছে ১০০ তরুণDeutscholympiade um den Titel des weltbesten Deutschschülers startet heute
2আন্তর্জাতিক জার্মান অলিম্পিয়াডের লোগো। অনুমতিক্রমে ব্যবহৃত।Logo der internationalen Deutscholympiade (iDO), Verwendung genehmigt.
3জার্মান অলিম্পিয়াডে প্রতিযোগিতা করতে সাড়া বিশ্ব থেকে তরুণ প্রতিযোগীরা ৩ আগস্ট, ২০১৪ তারিখে ফ্রাংকফুর্ট বিমানবন্দরে এসে পৌঁছেছে। আফগানিস্তান, নিউজিল্যান্ড, ক্যামেরুন, চীন, রোমানিয়া, ইরান এবং অন্যান্য অনেক দেশ থেকে এসব প্রতিযোগীরা এসেছে গ্যোটে-ইন্সটিটিউটের জার্মান অলিম্পিয়াডে পরীক্ষা দিতে।Am Frankfurter Flughafen reisen heute junge Deutsch-Olympioniken aus aller Welt an. Sie haben sich von Afghanistan, Neuseeland, Kamerun, China, Rumänien, dem Iran und vielen anderen Ländern auf den Weg gemacht, um in den folgenden zwei Wochen ihre Deutschkenntnisse bei der Deutscholympiade des Goethe-Instituts unter Beweis zu stellen.
4দুই সপ্তাহ ব্যাপী এখানে তাদের জার্মান জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। “জার্মানরা নতুনের দরজা খোলে” স্লোগানের অধীনে এই বছর ফ্রাংকফুর্টে ৩-১৬ আগস্ট প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।Es ist der weltweit größte Wettbewerb zur deutschen Sprache, der dieses Jahr vom 3. bis zum 16. August unter dem Motto “Deutsch öffnet Türen” in Frankfurt am Main stattfindet.
5এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম জার্মান ভাষার প্রতিযোগিতা।Die rund hundert Schüler aus 49 Ländern aller fünf Kontinente sind zwischen 14 und 19 Jahre.
6পাঁচটি মহাদেশের ৪৯ টি দেশ থেকে প্রায় ১০০ জন ছাত্র এতে অংশ নিচ্ছে, যাদের বয়স ১৪ থেকে ১৯ বছরের মধ্যে।Sie sind die Sieger nationaler Vorrunden der Goethe-Institute vor Ort und vertreten nun ihre Länder im Wettstreit in Deutschland.
7তারা স্থানীয় গ্যোটে-ইন্সটিটিউটের আয়োজিত জাতীয় প্রাথমিক চক্রের বিজয়ী এবং এখন জার্মানিতে প্রতিযোগিতায় তাঁরা তাদের দেশের প্রতিনিধিত্ব করছে।
8তারা তাদের জার্মান শিক্ষকের সাথে রয়েছে।Begleitet werden sie dabei von ihren Deutschlehrern.
9প্রতিযোগিদের একটি দেয়াল সংবাদপত্র তৈরি ও চিত্রিত করতে এবং তার উপস্থাপনা দিতে হয়।Die Aufgaben des Wettbewerbs sind die Erstellung und Illustration einer Wandzeitung und eine Präsentation.
10ভাষা জ্ঞানের পাশাপাশি একটি আন্তর্জাতিক জুরি অংশগ্রহণকারীদের ‘আন্তঃসাংস্কৃতিক কর্মদক্ষতা এবং একটি দলে কাজ করার ক্ষমতাও বিচার করে থাকেন।
11এছাড়াও অনুষ্ঠানটির মধ্যে রয়েছে শহরে ঘোরাঘুরি, জাদুঘর ভ্রমণ, দিবা এবং ক্রীড়া কার্যক্রমের সাথে রয়েছে একটি বাৎসরিক সংস্কৃতি মেলা।Neben den Sprachkenntnissen bewertet eine internationale Jury dabei auch die interkulturelle Kompetenz und die Teamfähigkeit der Teilnehmenden.
12তাঁরা গেইমস নাইট এবং পার্টি ও কনসার্টে অংশ গ্রহণ করে - এর মধ্যে একটি ব্যান্ড হচ্ছে রিভোলভারহেড।Das Rahmenprogramm sieht Stadtspaziergänge, Museumsbesuche, Ausflüge und Sportaktionen vor sowie einen „Jahrmarkt der Kulturen“.
13এসবের মধ্য দিয়ে তারা শুধু জার্মান ভাষায় তাদের জ্ঞানের গভীরতা বাড়াতে পারে না, বরং নতুন নতুন বন্ধুও খুঁজে পায়।Bei Spieleabenden, Parties und Konzerten, unter anderem der Band Revolverheld, werden nicht nur Deutschkenntnisse vertieft, sondern neue Freundschaften geschlossen.
14গ্যোটে-ইন্সটিটিউট ইউটিউবে রোমানিয়ায় প্রাথমিক চক্রের নিম্নলিখিত ভিডিওটি পোস্ট করেছে:Von der Vorrunde in Rumänien hat das Goethe-Institut folgendes Video bei Youtube hochgeladen: