Sentence alignment for gv-ben-20140813-44490.xml (html) - gv-deu-20140727-23626.xml (html)

#bendeu
1ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ফিলিস্তিনিদের, আন্তর্জাতিক আদালতে বিচারের আওতাভুক্ত করতে অনলাইন সমর্থন লাভের প্রচেষ্টা
2গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলকে হেগ শহরের আন্তর্জাতিক অপরাধী আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সারা বিশ্বের কয়েক হাজার লোক ফিলিস্তিনিদের সমর্থন জানিয়েছেন।
3ফিলিস্তিনি আইন মন্ত্রী সালিম আল সাক্কা এবং গাজা আদালতের রাষ্ট্র পক্ষের কৌঁসুলি ইসমাইল জাবর প্যারিস ভিত্তিক একজন আইনজীবীর মাধ্যমে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের সকল বৈধ কার্যকলাপ শুরু করেছেন।
4তবে মন্তব্যকারীরা বলছেন, এটি একটি প্রতীকী পদক্ষেপ।Hashtagkampagne will Israel vor dem Internationalen Strafgerichtshof sehen
5আইসিসির হয়তোবা ফিলিস্তিনের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কোন অধিকার নেই। কেননা ফিলিস্তিন জাতিসংঘের একটি পর্যবেক্ষক সদস্য রাষ্ট্র মাত্র।Tausende Menschen aus aller Welt sagen ihre Unterstützung zu, um Israel vor den Internationalen Strafgerichtshof in Den Haag zu bringen, da Israel Kriegsverbrechen in Gaza begangen habe.
6এটি জাতিসংঘের পূর্ণ সদস্য দেশ নয়। আজ ২৬শে জুলাই ইসরায়েলের মধ্যস্থিত ফিলিস্তিনি অঞ্চলের উপর ইসরায়েলি হামলা শুরু হওয়ার ১৯তম দিন।Der palästinensische Justizminister Saleem Al Sawwa und der Staatsanwalt des Gerichts von Gaza, Ismail Jabr, haben dazu über einen in Paris lebenden Juristen erste rechtliche Schritte eingeleitet.
7এই ১৯ দিনে ইতোমধ্যে কমপক্ষে ১০০০ ফিলিস্তিনি নিহত এবং ৬০০০ ফিলিস্তিনি আহত হওয়ার দাবি করা হয়েছে।
8গত আট ঘন্টা ধরে #আইসিসিইসরায়েল হ্যাশট্যাগটি সারাবিশ্ব জুড়ে নতুন আলোড়ন সৃষ্টি করতে ব্যবহার করা হচ্ছে। এটি এখন পর্যন্ত ৩৩৪৬০০ এরও বেশি সংখ্যক টুইটের জন্ম দিয়েছে।Kommentatoren sagen, dies sei bloß symbolisch und Palästina falle nicht in die Gerichtsbarkeit des Internationalen Strafgerichtshofs, da es nur einen Beobachterstatus bei den Vereinten Nationen habe und nicht als Vollmitglied anerkannt sei.
9ফিলিস্তিনি ডাক্তার বেলাল গাজাতে বাস করেন। তিনি তাঁর ৪০,৫০০ সংখ্যক অনুসারীদের উদ্দেশ্যে টুইট করেছেনঃHeute ist Tag 20 der israelischen Offensive auf das palästinensische Gebiet, die bereits das Leben von mindestens tausend Palästinensern gekostet hat und in der bis heute 6.000 weitere Menschen verletzt wurden.
10যৌথভাবে দেয়া শাস্তির সর্বোচ্চ রূপ হচ্ছে কারও বসতবাড়ি লক্ষ্য করে আক্রমণ চালানো। #গাজা'র বিরুদ্ধে ইসরায়েল যে ৩টি যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তা চলার সময়ে গাজাবাসীকে চরম দুঃখকষ্ট সহ্য করতে হয়েছে।Der Hashtag #ICC4Israel [ICC ist die Abkürzung für International Criminal Court, der englischen Bezeichnung des Internationalen Strafgerichtshofs] ist seit gestern weltweit Trend bei Twitter und wurde bis gestern nachmittag mehr als 334.600 mal in Twitternachrichten erwähnt.
11যেসব ফিলিস্তিনি লোকজন মারা গেছেন, তাদের মধ্যে শতকরা ৭৫ ভাগই বেসামরিক সাধারন নাগরিক।Der palästinensische Arzt Belal, der in Gaza lebt, twitterte seinen 40.500 Followern:
12এতে করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সময় কি ধরনের কৌশল অবলম্বন করা হচ্ছে এবং কি কি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, সে সম্পর্কে প্রশ্ন উঠেছে। ইসরায়েল বলছে, তারা হামাসকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে।Der Beschuss von Wohnhäusern ist die äußerste Form kollektiver Bestrafung, die die Bewohner von Gaza in den drei Kriegen, die Israel gegen Gaza geführt hat, erdulden mussten.
13হামাস দলটি ২০০৭ সাল থেকে ঐ অঞ্চল শাসন করে আসছে।75 Prozent der getöteten Palästinenser sind Zivilisten.
14ইসরায়েলের দাবি, দলটি ইসরায়েলের সমগ্র সীমানা জুড়ে কয়েকশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।Das stellt die Taktiken und Ziele in Frage, die bei den israelischen Angriffen Anwendung finden.
15হামাসের চালানো এসব হামলায় এ পর্যন্ত দুই জন ইসরায়েলি বেসামরিক লোক এবং ৩৩ জন ইসরায়েলি সেনা সদস্য নিহত হয়েছে।Israel sagt, der Angriff gelte der Hamas, einer Gruppierung, die das Gebiet seit 2007 kontrolliert, da die Hamas hunderte von Raketen über die Grenze nach Israel abgefeuert hatte.
16ফিলিস্তিনের জাকি সাফারের টুইটারে ৩১,০০০ সংখ্যক অনুসারী আছেন।Dabei kamen bislang zwei israelische Zivilisten und 33 israelische Soldaten ums Leben.
17তিনি টুইট করেছেনঃ তারা বলছে, নিজেদের রক্ষা করার অধিকার ইসরায়েলের রয়েছে!Der Palästinenser Zaki Safar, mit 31.000 Followern auf Twitter, bemerkt:
18কাদের কাছ থেকে তারা নিজেদের রক্ষা করতে চান?Israel hat das Recht auf Selbstverteidigung, sagen sie!
19আশ্রয়হীন, নিরপরাধ এবং অসহায় সাধারন ফিলিস্তিনিদের কাছ থেকে?Vor wem? Wehrlosen, harmslosen und hilflosen Zivilisten?
20ইসরায়েলে নিক্ষেপ করা হামাসের বেশিরভাগ রকেটই দেশি প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা।Die Raketen der Hamas, die nach Israel abgeschossen werden, sind überwiegend selbstgebaut und haben eine größere Reichweite als je zuvor.
21অতীতের সব সময়ের চেয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আরও বেশি দূর যেতে সক্ষম।Die meisten davon werden allerdings durch das mobile Raketenabwehrsystem Israels, Iron Dome, abgefangen und verursachen selten Schaden.
22তবে ইসরায়েলের আয়রন ডোম মিসাইল ব্যবস্থার দ্বারা এই ক্ষেপণাস্ত্রগুলোর গমন পথ সরিয়ে দেয়া যায়।Sirenen warnen Israelis vor Raketenbeschuss, so dass die Bevölkerung in einem der Luftschutzbunker Zuflucht suchen kann.
23আর এগুলো কদাচিৎ ক্ষতি করে থাকে।In Gaza gibt es weder Sirenen noch Luftschutzbunker.
24ইসরায়েলের অনেকগুলো বোমা আশ্রয় কেন্দ্রগুলোর যেকোনটিতে তারা আশ্রয় নিতে পারেন।
25কিন্তু গাজাতে কোন সাইরেন বা বোমা আশ্রয় কেন্দ্র নেই।Das israelische Militär verwendet in dieser Offensive eine einminütige Raketeneinschusswarnung für Wohngebäude.
26আবাসিক বাড়িঘরের উপর চালানো এই হামলাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বোমা নির্গম নল থেকে এক মিনিট দীর্ঘ সতর্কবানী দেয়া বোমা ব্যবহার করছে।Der Twitternutzer Palestine Social berichtet seinen 33.100 Followern, dass Israel vor den Internationalen Strafgerichtshof gehöre, da es Krankenhäuser angegriffen hat:
27টুইটারে ফিলিস্তিনি সমাজ তাঁর ৩৩,১০০ অনুসারীদের বলেছেন, হাসপাতালগুলোতে চালানো হামলার জন্য ইসরায়েলকে আইসিসি'র বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিৎঃ
28গতকাল বোমা বর্ষণের পর বেইত হানুন হাসপাতাল।Das Krankenhaus von Beit Hanoun, nachdem es gestern bombardiert wurde.
29বাহরাইনি ডাক্তার নাবিল তাম্মামের টুইটারে ২০,৪০০ সংখ্যক অনুসারী আছেন।Der bahrainische Arzt Nabeel Tammam, mit 20.400 Followern auf Twitter, gibt der Kampagne ebenfalls seine Stimme und sagt:
30তিনিও এই প্রচারাভিযানের সাথে গলা মিলিয়ে বলেছেনঃ #গাজায় মেডিক্যাল অ্যাম্বুলেন্স ও কর্মীদের উপর আক্রমণ।Da es Rettungswagen und Sanitäter in Gaza angreift, ist ein Prozess für Israel vor dem Internationalen Strafgerichtshof notwendig.
31চিকিৎসা যন্ত্রপাতি এবং ঔষধহীন অবস্থায় প্রচুর লোকের চিকিৎসা করতে কাজ করে যাওয়া গাজার হাসপাতালগুলোতে আরেকটি সমস্যা আছে।Gazas unzureichend ausgestatteten und mit Arbeit überlasteten Krankenhäuser und Mediziner haben ein Problem - Bombadierungen durch Israel während dieser Offensive. Das palästinensische Gesundheitsministerium erklärt:
32আর তা হচ্ছে, আক্রমণ চলাকালীন ইসরায়েল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যাখ্যা করেছেঃEines der Krankenhäuser von Gaza wurde vollständig zerstört, eine Kinderklinik ist so kaputt, dass sie nicht mehr zu gebrauchen ist und weitere sechs wurden schwer beschädigt.
33গাজার একটি হাসপাতাল একেবারেই ধ্বংস হয়ে গেছে।Vier Fachkräfte wurden getötet und 14 verletzt.
34একটি শিশু হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।Zwei medizinische Praxen und 14 Rettungswagen wurden komplett zerstört und sieben weitere Praxen beschädigt.
35এছাড়াও আরও ছয়টি হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজন ডাক্তার নিহত এবং ১৪ জন ডাক্তার আহত হয়েছেন।Palestine Campaigns, der die Bewegung ins Leben rief, bittet Journalisten, das Anliegen aufzunehmen, für das sie eine Kampagne betreiben:
36দুইটি মেডিকেল ক্লিনিক এবং ১৪ টি এ্যাম্বুলেন্স সম্পূর্নভাবে ধ্বংস হয়ে গেছে।Liebe Journalisten, es sind jetzt acht Stunden vergangen und der Hashtag #ICC4Israel ist immer noch weltweit Trend, mit circa 340.000 Twitternachrichten.
37এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে আরও সাতটি ক্লিনিক।Klingt nach einer guten Story.
38আর এই আন্দোলকে এগিয়ে নিয়ে চলা ফিলিস্তিনি প্রচারাভিযানগুলো সাংবাদিকদের প্রতি তাদের প্রচারাভিযান চালানোর কারনটিকে জোড়ালোভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেনঃ
39প্রিয় সাংবাদিকগণ, ৮ ঘন্টা সময় অতিবাহিত হয়েছে এবং #আইসিসিইসরায়েল এখনও সারা বিশ্বজুড়ে প্রায় ৩৪০,০০০ টুইট সহকারে বিস্তৃত হচ্ছেঃ কথাগুলো যেন গল্পের মতো শোনাচ্ছে।
40এরপর গাজা থেকে ওয়ালা আল ঘুসেইন শোক প্রকাশ করে বলেছেনঃWalaa Al Ghussein aus Gaza beschwert sich unterdessen:
41#আইসিসিইসরায়েল হ্যাশট্যাগটি #১সারাবিশ্ব জুড়ে বিস্তৃত হচ্ছে। - শুধুমাত্র যদি হ্যাশট্যাগটি সম্পর্কিত কোন বিষয় হয়ে থাকে।
42গাজাবাসীদের অধিকাংশই আর গাজা থেকে বের হতে পারছেন না।Der Hashtag #ICC4Israel ist weltweit Trend.
43৪০ কিলোমিটার দীর্ঘ সরু উপকূলীয় সীমানার চারপাশে সীমানা প্রাচীর এবং কংক্রিটের দেয়াল দিয়ে ঘিরে ফেলা হয়েছে।- Wenn es nur nach Hashtags ginge. Die große Mehrheit der Bewohner von Gaza können Gaza nicht verlassen.
44সীমানা অঞ্চলের উত্তর এবং দক্ষিণ দিক জুড়ে এবং মিশরের সাথে অবস্থিত দেশটির দক্ষিণ সীমানা জুড়ে এই বেষ্টনি দেয়া হয়েছে।Der schmale 40 Kilometer lange Küstenstreifen ist von Zäunen und Betonmauern umgeben und im Norden und Osten von Israel und im Süden von Ägypten blockiert.
45যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ২০১০ সালে গাজাকে “একটি উন্মুক্ত কারাগার” বলে আখ্যায়িত করেছিলেন।Der britische Premierminister David Cameron nannte 2010 Gaza ein “Freiluftgefängnis”.
46ইসরায়েল থেকে আরোপিত অতিরিক্ত নিষেধাজ্ঞার কারণে, গাজার ফিলিস্তিনি সীমানা এবং পশ্চিম তীরে দেয়া সীমানা প্রাচীরের কারণে সারা বিশ্ব এবং জাতিসংঘ এলাকাটি ইসরায়েলের “দখল” বলে মনে করে।Unverhältnismäßige Restriktionen, die Israel den palästinensischen Gebieten von Gaza und der Westbank auferlegt, sind der Grund dafür, dass ein Großteil aller Staaten und die Vereinten Nationen bei dem Gebiet von einer “Besatzung” sprechen.