# | ben | deu |
---|
1 | উইকিপিডিয়া লিখবেন প্রবীণ নাগরিকরা | Senioren schreiben für Wikipedia |
2 | ছবিঃ ফ্লিকার ব্যবহারকারী কলেকিনান্দো কামারাস। | Foto von Flickr-Nutzer Coleccionando Cámaras. |
3 | CC BY-NC-ND 2.0. | CC BY-NC-ND 2.0. |
4 | সমাজের সবচেয়ে অভিজ্ঞ সদস্য অর্থাৎ বয়স্কদের প্রযুক্তি ব্যবহারের সাথে সম্পৃক্ত করাই হচ্ছে প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বাঁধা বিপত্তি দূর করার প্রথম পদক্ষেপ। | Alle Links, wenn nicht anders gekennzeichnet, führen zu englischsprachigen Webseiten. Um die sachkundigsten Mitglieder unserer Gesellschaft, nämlich die Senioren, mit einbeziehen zu können, müssen zuerst einmal die Hemmungen vor der Technik abgebaut werden. |
5 | আর “উইকিপিডিয়া লিখবেন প্রবীণ নাগরিকরা” নামক চেক উইকিমিডিয়া প্রকল্পটি এ কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। | |
6 | চেক উইকিপিডিয়া সাম্প্রতিক বছরগুলোতে লক্ষ করেছে যে সক্রিয় সম্পাদকের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। | Genau das versucht das tschechische Wikimedia-Projekt “Senioren schreiben Wikipedia” zu erreichen. |
7 | অখচ, যথেষ্ট অবসর সময় আছে এমন প্রদায়ক (এবং সম্ভাব্য সম্পাদক) তাঁদের প্রয়োজন। আর সমাজের প্রবীণ নাগরিকরাই এ ক্ষেত্রে হতে পারেন সবচেয়ে উপযোগী। | Das Projekt wurde in Angriff genommen, als das tschechische Wikipedia feststellen musste, dass in den letzten Jahren die Zahl der aktiven Editoren immer weniger wurde. |
8 | এই উপলব্ধি থেকেই তারা এই প্রকল্প নিয়ে কাজ করা শুরু করে। উইকিপিডিয়ার জন্য নতুন সম্পাদক খুঁজতে গিয়ে তারা বলছেনঃ | Wenig später wurde ihnen dann bewusst, welche Mitwirkenden (und potentiellen Editoren) genügend Freizeit haben, um engagiert mitzuarbeiten: Die Senioren. |
9 | প্রকল্পটির লক্ষ্য হচ্ছে, প্রাগের প্রবীণ নাগরিকদের জন্য উইকিপিডিয়া কোর্স প্রতিষ্ঠা করা। | Auf der Suche nach neuen Editoren für Wikipedia, haben sie Folgendes bekannt gegeben: |
10 | তাঁর সাথে সাথে বিভিন্ন জায়গায় বেশ কিছু মুক্ত পাঠদানের আয়োজন করা এবং এমন একটি দলের কাছে আমাদের কার্যক্রম পৌঁছে দেয়া, যাকে আমরা “অবসর প্রাপ্ত প্রফেসরদের” দল বলে অভিহিত করছি। | Ziel und Zweck dieses Projekts ist es, Wikipedia-Kurse für Senioren in Prag einzurichten, einige unabhängige Vorlesungen an verschiedenen Orten zu halten und auch die Zielgruppe der emeritierten Professoren zu erreichen. |
11 | অনলাইনে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের প্রায়ই একটু কম প্রতিনিধিত্ব করতে দেখা যায়। তাদের প্রযুক্তি ক্ষেত্রে প্রবেশ করার মতো যথেষ্ট জ্ঞান থাকে না। | Senioren sind online kaum vertreten und haben meist nur eine begrenzte Kenntnis im Umgang mit der Technik eines Computers. |
12 | সফল কার্যক্রমগুলোর অনুপ্রেরণায় শিক্ষার্থীরাই মূলত উইকিপিডিয়াতে [চেক] লিখে থাকে। প্রবেশাধিকারের অভাব ছাড়িয়ে যাওয়াই হচ্ছে প্রকল্পটির লক্ষ্য। | Inspiriert von dem erfolgreichen Programm “Studenten schreiben Wikipedia” [cz], ist der Zweck des Projekts, diesen fehlenden Umgang mit Computern zu überwinden und die Wikipedia-Seiten mit dem unglaublich großen Wissen, das unter dieser Generation zu finden ist, zu bereichern. |
13 | পাশাপাশি এই প্রজন্মের বিপুল জ্ঞানের সহায়তায় তাদের ওয়েবসাইটটিকে আরও উন্নত করা। | Wikipedia könnte somit eine Plattform werden für die ältere Generation, um ihr Wissen an die Jugend weitergeben zu können. |
14 | এভাবে উইকিপিডিয়া প্রবীণদের কাছ থেকে তাদের অর্জিত জ্ঞান তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার একটি মঞ্চে পরিণত হতে পারে। | Das Projekt konzentriert sich im Moment auf die tschechische Wikipedia-Gemeinschaft, eine Expansion in der Zukunft ist aber vorstellbar: |
15 | প্রকল্পটি মূলত চেক সম্প্রদায়কে কেন্দ্র করে কাজ করবে তবে এ ক্ষেত্রে তারা সম্ভাব্য ভবিষ্যৎ প্রবৃদ্ধি দেখতে পাচ্ছেঃ প্রকল্পটি বিশেষভাবে শুধুমাত্র চেক উইকিপিডিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে তৈরি করা হয়েছে […] । | Obwohl das Projekt speziell auf die tschechische Wikipedia Gemeinschaft zugeschnitten ist […], wird es auch für eine größere Wikimedia-Gemeinschaft von Nutzen sein, indem es hoffentlich ein gutes Arbeitsbeispiel für ein “Wikipedia-Fortbildungsprogramm für Senioren” darstellen wird. |
16 | তবে এটি বৃহত্তর উইকিমিডিয়া সম্প্রদায়েরও কাজে আসবে। | Um ältere Mitbürger mit einzubeziehen, werden manche Teilprojekte folgendes beinhalten: |
17 | “প্রবীণ উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম” এর একটি কাজের উদাহরণ দিয়ে আশা করা যায় বৃহত্তর উইকিমিডিয়া এতে উপকৃত হবে। | - Einen Wikipedia Workshop, einmal pro Woche, im Elpida-Seniorenzentrum [cz] in Prag-Pankrác. |
18 | প্রবীণদের কাছে পৌঁছানোর জন্য কিছু ছোট ছোট প্রকল্প এতে অন্তর্ভুক্ত করা হবেঃ | Dort befindet sich ein großer Club mit mehreren Senioren, die hier regelmässig erscheinende Internetbeiträge lesen können. |
19 | - প্রাগ-প্যানক্রাকে অবস্থিত এলপিদা [চেক] বয়োজ্যেষ্ঠ কেন্দ্রে একটি সাপ্তাহিক উইকিপিডিয়া কর্মশালা। | - Ein Wikipediakurs bestehend aus regelmäßigen Seminaren in der “Third Age University” der Fakultät für Philosophie an der Charles-Universität von Prag. |
20 | কেননা, এটি এমন একটি ক্লাব যেখানে কয়েকজন প্রবীণ ব্যক্তি নিয়মিতভাবে তাদের লেখা সংবাদ-বিজ্ঞপ্তি পড়েন এবং বিপুল সংখ্যক শ্রোতা সেখানে বসে বসে শোনেন। | |
21 | - প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ের দর্শন অনুষদে, “তৃতীয় বয়স্ক বিশ্ববিদ্যালয়ে” একটি উইকিপিডিয়া কোর্স। | - Ein System, das durch ein Netz vorhandener Kontakte versucht, bereits emeritierte Universitäts-und Hochschulprofessoren in den Dienst zu nehmen. |
22 | এই কোর্সের অধীনে নিয়মিতভাবে সেমিনারের আয়োজন করা হবে। - বিরাজমান যোগাযোগ জালের মাধ্যমে বিশ্ববিদ্যালয় বা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসরদেরকে এ কাজে জড়িত করে একটি ব্যবস্থা গড়ে তোলা। | Hoffentlich wird durch das Projekt nicht nur eine Fülle an Informationen ins Internet gefüttert, sondern es soll auch dieser Gruppe, die so viel weiterzugeben hat, neue digitale Fähigkeiten geben. |
23 | আশা করা যায়, প্রকল্পটি শুধুমাত্র অনলাইনে তথ্য সম্ভার বাড়াতেই নেতৃত্ব দিবে না, বরং একটি নতুন ডিজিটাল দক্ষতা সম্পন্ন একটি দল তৈরি করবে, যাদের কাছে শেয়ার করার মতো অনেক কিছু রয়েছে। | |
24 | সিনিয়রস@এসভিজিউইকিমিডিয়া ডট চেক ঠিকানায় একটি ইমেইল পাঠিয়ে প্রকল্পটির একটি অংশে পরিণত হোন। | Für eine Projektteilnahme ist das Projekt unter der Email Seniors@svgwikimedia.cz zu erreichen. |
25 | উইকিমিডিয়া ফাউন্ডেশন সম্পর্কে আরও কিছু জানতে এবং আপনার প্রকল্পটি কিভাবে প্রয়োগ করবেন তা জানতে উইকিমিডিয়া ডট ওআরজি ঠিকানাতে ভিজিট করুন। | Unter wikimedia.org erfährt man mehr zur Wikimedia-Stiftung und wie man sich mit einem eigenen Projekt bewerben kann. |