# | ben | deu |
---|
1 | মাংস খাওয়ার ব্যপারে নিরুৎসাহিত করতে সিঙ্গাপুরে পোস্টার প্রচারাভিযান | Singapurische Plakatkampagne soll Schuldgefühle bei Fleischverzehr hervorrufen “Why love one but eat the other?” |
2 | ‘কেন একজনকে ভালবাসেন কিন্তু অন্যদের খেয়ে ফেলেন?', এটি হচ্ছে নিরামিষ ভোজনের প্রচারাভিযানে সিঙ্গাপুরের নিরামিষাশী সোসাইটির পোস্টার প্রচারাভিযানের মূল থিম। | [Warum liebt man den einen und isst den anderen?] heißt es bei der Plakatkampagne für Vegetarismus von der Vegetarian Society of Singapore. |
3 | মাংস খাওয়া কমাতে জনগণকে উৎসাহিত করতে তাদের পোস্টারে একটি পোষা এবং একটি খামার পশুর ছবি দিয়ে তৈরি করা হয়েছে। | Auf den Plakaten sieht man ein Haustier und ein Nutztier, die zum Nachdenken über den Fleischkonsum anregen sollen. |
4 | দুই সপ্তাহের পোস্টার প্রচারাভিযানটি আগামী ৯ এপ্রিল, ২০১৪ তারিখে শেষ হবে। | Die zweiwöchige Plakatkampagne soll am 9. April 2014 zu Ende gehen. |
5 | গ্রুপটি এর জন্য সিঙ্গাপুরের ব্যস্ততম ট্রেন প্ল্যাটফর্ম সিটি হল মার্ট স্টেশনটি নির্বাচন করেছে। | Eine der am stärksten frequentierten U-Bahn Stationen, die City Hall MRT Station, wurde von der Gruppe als Ort für die Plakate ausgewählt. |
6 | পোস্টার প্রচারাভিযানটি মূলত: টরন্টোতে করা হয়েছিল। | Auch in Toronto wurde die Plakatkampagne schon durchgeführt. |
7 | গ্রুপটি প্রচারাভিযানের যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিয়েছে: | Zur Erklärung [en] der Kampagne sagt die Gesellschaft: |
8 | কুকুর এবং বিড়াল আমরা পছন্দ করি এবং ভালোবাসি; আমরা সেগুলোকে আমাদের বন্ধু, আমাদের সঙ্গী হিসাবে চিন্তা করি। | Hunden und Katzen wird viel Liebe und Aufmerksamkeit geschenkt; wir betrachten sie sogar als Freunde. |
9 | সেগুলোর অপব্যবহার অথবা অবিচারের খবর শুনলে আমরা অপমানিত বোধ করি। | Wir sind empört über ihre Misshandlung und fordern neue Tierschutzgesetze. |
10 | তাদের রক্ষার জন্য আইন তৈরি করি। প্রকৃতপক্ষে, তাদের খেয়ে ফেলার ধারণাটি সবচেয়ে বেশি অকল্পনীয়। | Allein die Idee, sie zu essen, wäre für die Meisten einfach undenkbar. |
11 | বিপরীতভাবে, খামার পশু - যারা কুকুর এবং বিড়ালের মতো বুদ্ধিমান ও সংবেদনশীল - তাঁদের শুধু খাদ্য হিসাবে গণ্য করা হয়। | Im Gegensatz dazu gelten Nutztiere, die genauso intelligent, sensibel und emotional wie Hunde und Katzen sind, nur als Nahrung. |
12 | প্রতিটি পোস্টারে পশুদের প্রতি অবমাননাকে তুলে ধরে চাষ পদ্ধতি সম্পর্কে তথ্য উপস্থিত রয়েছে: | Auf jedem Plakat findet man Informationen [en] über Missbrauch bei der Tierhaltung: |
13 | অন্যান্যরা যখন পশুগুলোকে ‘খাদ্য' হিসেবে বিবেচনা করে পোস্টারগুলো তখন সচেতন ব্যক্তিদের সেগুলোকে ‘বন্ধু' হিসেবে ভাবার যুক্তিপূর্ণ বিবেচনার আহ্বান জানাচ্ছে। | Die Plakate sollen zum Nachdenken darüber anregen, warum der eine ein „Freund“ und der andere nur „Nahrung“ ist. |
14 | কারখানা চাষ পদ্ধতির কিছু মৌলিক তথ্য এবং প্রাসঙ্গিক পরিসংখ্যান প্রতিটি পোস্টারে অন্তর্ভুক্ত থাকবে। | Dazu werden Informationen über Massentierzucht und andere relevante Statistiken auf den Plakaten zu finden sein. |
15 | নিরামিষাশী সোসাইটির তৈরি এই ইউটিউব ভিডিওটি প্রচারাভিযান পরিচালনার প্রয়োজনে তহবিল বাড়াতে গ্রুপটি ব্যবহার করছে। | Dieses YouTube-Video [en] wurde von der Vegetariergesellschaft benutzt, um die nötigen finanziellen Mittel für die Kampagne zu beschaffen. |
16 | আমরা প্রাণীদের প্রতি কিরূপ আচরণ করি তা বিড়াল কল্যাণ সোসাইটির সভাপতি ভেরন লিউ জনগণকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে: | Veron Lau, Präsident der Katzenschutzgesellschaft, fördert ein Umdenken [en] der Öffentlichkeit bezüglich unseres Umgangs mit Tieren: |
17 | প্রাণীদের মাংস খাওয়া আমাদের পোষা প্রাণীকে ভালবাসার ক্ষেত্রে পশু প্রেমীদের জন্য প্রায়ই উভয়সঙ্কট তৈরি করে। | Dass wir Haustiere lieben und Nutztiere essen, wird oft zum Dilemma für Tierliebhaber. |
18 | নিজেদের প্রশ্ন করুন, যদি আমরা যন্ত্রণা থেকে একজনকে বাঁচাতে যত্ন নিই, তবে কি আরেকজনের জন্য আমাদের একই কাজ করা উচিত নয় ? | Es stellt sich dann die Frage, wenn wir den einen vor dem Leiden bewahren wollen, dann warum nicht auch das Gleiche für den anderen tun. |
19 | আমরা পশু প্রেমী হয় বা না হই না কেন, সহ-মনোযোগে বাস করার ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত। এটি আমাদের ভাবাবে যে আমাদের খাদ্য বা পোষা প্রাণীরা কোথায় থেকে আসছে ? | Egal ob Tierliebhaber oder nicht, wir sollten es uns zur Aufgabe machen, unsere Kaufentscheidungen bewusst zu treffen und uns über die Herkunft unserer Haustiere und Nahrung Gedanken zu machen. |
20 | কারণ, আমরা একটি খাদ্য শৃঙ্খলের একটি অংশ এবং আমাদের পছন্দের মাধ্যমে নৈতিক পরিবর্তনের প্রভাবিত যৌথ শক্তি আছে। | Wir sind alle teil der Verbraucherkette und haben dadurch die Macht, etwas durch unsere Entscheidungen zu verbessern. |
21 | স্ট্রেটস টাইমসের কাছে দেওয়া এক সাক্ষাত্কারে ট্রেন যাত্রীদের মধ্যে হাবিব হাসান নামের একজন বলেছেন, তিনি এই প্রচারাভিযান সমর্থন করেন না: | Habib Hassan, einer der von The Straits Times interviewten [en] Zugpassagier, unterstützt die Kampagne nicht: |
22 | সিঙ্গাপুরে নিরামিষাশীরা একটি ছোট গ্রুপ। | Vegetarier stellen nur eine kleine Gruppe in Singapur dar. |
23 | তাই তাদের প্রচারাভিযানের জন্য পাবলিক স্পেস ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া উচিত নয়। | Ihnen sollte es nicht erlaubt sein, öffentlichen Raum für ihre Zwecke zu benutzten. |
24 | এই বিজ্ঞাপন পরিষ্কারভাবে পক্ষপাতদুষ্ট এবং মানুষদের নিজেকে দোষী ভাবায়। | Diese Anzeige ist ganz eindeutig tendenziös und sorgt dafür, dass sich die Leute schuldig fühlen. |
25 | আমি যা খেতে চাই তাই আমাকে খেতে দেওয়া উচিৎ। | Ich sollte alles essen können, was ich möchte. |
26 | নীচে নিরামিষাশী সোসাইটির ব্যবহৃত কিছু পোষ্টার: | Die unterstehenden Plakate wurden von der Vegetariergesellschaft verwendet: |
27 | প্রচারাভিযানকে সমর্থন করে নিরামিষাশীদের তোলা সেলফি ছবি। | Ein Selfie-Foto von Vegetariern, die die Kampagne unterstützen. |