# | ben | deu |
---|
1 | ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অগ্রণী অধিকার বিল ব্রাজিলিয়ান কংগ্রেসে অনুমোদিত | Brasilien: Nationalkongress bestätigt bahnbrechende Internet-Verfassung |
2 | অবশেষে মার্কো সিভিল ব্রাজিলিয়ান ন্যাশনাল কংগ্রেস কর্তৃক অনুমোদিত হয়েছে এবং পরবর্তীতে সেনেটে এর ওপর ভোট গ্রহণ করা হবে। | Die Internet-Verfassung “Marco Civil” wurde endgültig von der Abgeordnetenkammer des brasilianischen Nationalkongresses bestätigt. Nun soll darüber der Bundessenat abstimmen. |
3 | ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এই অধিকার বিলটি টুইটারে একটি বিশ্বব্যাপী গতিবিধির বিষয় হয়ে উঠেছে। | Der Grundrechtekatalog für Internetnutzer wurde im Zuge einer groß angelegten Kampagne [en] während des Abstimmungstags am 25. |
4 | এটি গড়ে উঠেছে একটি বড় মাপের প্রচারণার ফলে, যেটি ২৫ মার্চ, ২০১৪ তারিখে ভোটের দিন সময়ে প্রচারিত এবং এটি #মার্কোসিভিল এবং #ইউকুয়েরমার্কোসিভিল হ্যাশট্যাগের অধীনে (আমি মার্কো সিভিল চাই) পরিচালিত। | März 2014 weltweit zum Trendthema auf Twitter mit den Schlagworten #MarcoCivil und #EuQueroMarcoCivil (Ich will Marco Civil). |
5 | বিলটির বর্তমান সংস্করণ [পিডিএফ] নেট নিরপেক্ষতা বিধান, মুক্ত চিন্তার স্বাধীনতা এবং ব্যবহারকারীদের গোপনীয়তাকে অপরিবর্তিত রেখেছে। | Die derzeitige Version [pdf] [pt] der Gesetzesvorlage schützt Netzneutralität, die freie Meinungsäußerung und die Privatsphäre der Nutzer. |
6 | “মুক্ত ও গণতান্ত্রিক ইন্টারনেটের জন্য” আভাজের এই পিটিশন এর অভিব্যক্তি দেওয়া সাবেক সংস্কৃতি মন্ত্রী এবং বিখ্যাত সুরকার গিলবারটো গিল টুইট করেছেন: | Der ehemalige Kultusminister und berühmte Musiker Gilberto Gil, der sich für die Avaaz-Petition “Für ein freies und demokratisches Internet“ eingesetzt hatte, twitterte: |
7 | আমরা জয়ী! | Wir haben gewonnen! |
8 | #মার্কোসিভিল অনুমোদিত!! | #MarcoCivil wurde bestätigt!! |
9 | একটি নিরপেক্ষ ওয়েবের জন্য, অভিব্যক্তি এবং গোপনীয়তা রক্ষার স্বাধীনতার জন্য! | Für ein neutrales Netz, die freie Meinungsäußerung und den Schutz der Privatsphäre! |
10 | ২৫ বছর আগে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর উদ্ভাবক স্যার টিম বার্নার্স লি'র জন্য, এটি “ব্রাজিলিয়ান এবং বিশ্বব্যাপী ওয়েব ব্যবহারকারীদের জন্য সম্ভাব্য সর্বোত্তম জন্মদিনের উপহার”। | Für Sir Tim Berners-Lee, der vor 25 Jahren das World Wide Web begründet hatte, ist dies “das bestmögliche Geburtstagsgeschenk für brasilianische und globale Netznutzer”. |
11 | ভোটের প্রাক্কালে সমর্থন দেওয়া একটি বিবৃতিতে তিনি বলেছেন: মার্কো সিভিল এর অনুমোদন পাওয়ার ফলে এটি “নতুন যুগের ব্যবহারকারীদের সাহায্য করবে - যেখানে সারা বিশ্বের প্রতিটি দেশের নাগরিকদের অধিকার সুরক্ষিত হয় অধিকারের ডিজিটাল বিল দ্বারা”ঃ | In einer Unterstützungserklärung [en], die am Vorabend der Abstimmung veröffentlicht wurde, sagte er, die Zustimmung zu Marco Civil “wird eine neue Ära einleiten - eine Ära, in der Bürgerrechte in jedem Land rund um die Erde unter dem Schutz digitaler Verfassungen stehen”: |
12 | ওয়েবের মতো করে, মার্কো সিভিলও তার ব্যবহারকারীদের দ্বারা নির্মিত হয়েছে - এই যুগান্তকারী, অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়াটি হচ্ছে একটি নীতি যা ইন্টারনেট ব্যবহারকারী ব্যক্তি, সরকার এবং কর্পোরেশনের (…) অধিকার ও দায়িত্বে ভারসাম্য আনে। | Wie das Netz selbst, wurde Marco Civil durch seine Nutzer erschaffen. Dieser bahnbrechende, alle einschließende und partizipative Prozess führte zu einem Regelwerk, das die Rechte und Pflichten von Individuen, Regierungen und Unternehmen, die das Internet nutzen, ins Gleichgewicht bringt. |
13 | চূড়ান্তভাবে, ইন্টারনেট হবে একটি মুক্ত, নিরপেক্ষ এবং বিকেন্দ্রীভূত নেটওয়ার্ক, যেখানে ব্যবহারকারীরা হবেন সহযোগিতা ও উদ্ভাবনের ইঞ্জিন - এই খসড়া বিলটি ইন্টারনেট সম্পর্কে এটাই প্রতিফলিত করছে। সক্রিয় কর্মীরা চেম্বারে বিলটির জন্য উল্লাস করছেন। | (…) Letztlich spiegelt der Gesetzesentwurf das Internet so wider, wie es sein sollte: Ein offenes, neutrales und dezentrales Netzwerk, in dem die Nutzer der Antrieb für Zusammenarbeit und Innovation sind. |
14 | টুইটারের মাধ্যমে ছবিটি শেয়ার করেছেন @মারকোসিভিল | |