# | ben | deu |
---|
1 | মালদ্বীপঃ সংঘর্ষে বিপর্যস্ত | Malediven: Durch Gewalt verdorben |
2 | বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি ২০১২-এ, মালদ্বীপের রাজনৈতিক সঙ্কট কুৎসিত আকার ধারণ করে, যখন পুলিশ, সদ্য ক্ষমতা থেকে উৎখাত হওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদের সমর্থকদের নির্মম ভাবে প্রহার করে এবং তাদের আহত করে, নাশিদের সমর্থকদের দাবী, এটা মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক ভাবে নির্বাচিত এই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভ্যুত্থান, যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করার সময় এই ঘটনা ঘটে। | Die politische Krise auf den Malediven spitzte sich am Mittwoch, dem 8. Februar 2012 zu, als Anhänger des abgesetzten Präsidenten Mohamed Nasheed von Polizisten brutal geschlagen und verletzt wurden, während sie dagegen protestierten, dass der erste demokratisch gewählte Präsident der Inselnation durch einen angeblichen Putsch aus dem Amt entfernt worden war. |
3 | ছড়িয়ে পড়া এই দাঙ্গায়, নাশিদের সমর্থকরা বেশ কিছু থানায়, আদালত, স্থানীয় পরিষদ এবং অন্য অনেক সরকারি ভবনে আগুন দেয় এবং সেগুলো ধ্বংস সাধন করে। | In den darauf folgenden Aufständen wurden mehrere Polizeireviere, Gerichtshöfe, Rathäuser und weitere öffentliche Gebäude von Nasheeds Anhängern in Brand gesetzt und zerstört. |
4 | এই ঘটনায় বেশ উল্লেখযোগ্য সংখ্যক পুলিশও আহত হয়েছে। | Auch etliche Polizeibeamte wurden während der Gewalttätigkeiten verletzt. |
5 | মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি ২০০৮ সালের মালদ্বীপের বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হয় এবং তাঁর ফলে নাশিদ দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হয়, আজকে দিনের শুরুতে তার এক সভায় ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি নাশিদ ঘোষণা প্রদান করেন যে মঙ্গলবারে তাকে বলপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়। | Einige Stunden zuvor hatte der abgesetzte Präsident auf einer Konferenz der Maldivian Democratic Party (MDP) verkündet, dass er zu seinem Rücktritt am Dienstag gezwungen worden war. Die MDP ist die Partei, die 2008 die erste Mehrparteienwahl der Malediven gewonnen hatte und Nasheed zum Präsidenten gemacht hatte. |
6 | “নাশিদ বলেন, “আমরা আবার ক্ষমতায় ফিরে আসব। | „Wir werden erneut an die Macht gelangen”, sagte Nasheed. |
7 | আমরা পিছিয়ে যাব না। | „Wir werden nie zurücktreten. |
8 | আমি এই অভ্যুত্থান মেনে নেব না এবং মালদ্বীপবাসী জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।” | Ich werde diesen Putsch nicht anerkennen und werde Gerechtigkeit auf die Malediven bringen.” |
9 | পুলিশ, বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। | Polizisten besprühen Demonstranten mit Tränengas. |
10 | ছবি নাম প্রকাশে অনিচ্ছুক এক ফোটোগ্রাফারের, অনুমতি গ্রহণের মাধ্যমে প্রকাশিত। | Bild von einem anonymen Fotografen, mit Erlaubnis genutzt. |
11 | নাশিদ এবং তার সমর্থকরা, রাজধানী মালে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এবং দ্বীপরাষ্ট্রের রাজধানীর মূল চত্বরে কাছে শিল্ডের আবরণে অবস্থান নেওয়া পুলিশের মুখোমুখি হয়, যা কিনা সামরিক এবং পুলিশ-বিভাগের প্রধান কার্যালয়ের খুব কাছে অবস্থিত। | Nasheed und seine Anhänger marschierten anschließend durch die Hauptstadt Malé und begegneten in der Nähe des zentralen Platzes der Insel, direkt neben den Hauptquartieren des Militärs und der Polizei, einer Polizeisperre mit Schutzschilden. |
12 | বিক্ষোভাকারীরা পুলিশের দিকে বোতল এবং পাথর ছুঁড়ে মারে, এদিকে পুলিশ বিক্ষোভকারীদের দিকে কাঁদানে গ্যাস ছুঁড়ে মারে। | Die Demonstranten warfen Flaschen und Steine nach den Polizisten, während diese die Menschenmassen mit Tränengaskanistern besprühten. |
13 | দুই দলের এই সম্মুখ লড়াই শেষে ভয়াবহ পুলিশি হামালায় পরিণত হয় এবং হামলার ফলে আহত রক্তাক্ত বিক্ষোভকারীদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয়। | Die Auseinandersetzung zwischen den beiden Parteien endete mit einem brutalen Durchgreifen der Polizei. Dies führte dazu, dass blutüberströmte Demonstranten schnellsten in Krankenhäuser gebracht werden mussten. |
14 | আহতদের মধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য এবং নাশিদের দলের গুরুত্বপূর্ণ নেতাও রয়েছেন। | Unter den Verletzten befanden sich Parlamentsmitglieder und ranghohe Führungskräfte von Nasheeds Partei. |
15 | ফ্রিডমওয়াচএমভি, নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘঠিত সংঘর্ষের এই ভিডিও পোস্ট করেছে। | FreedomWatchMV hat dieses Video der Auseinandersetzung zwischen den Sicherheitskräften und den Demonstranten gepostet. |
16 | আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করার পর এক সংসদ সদস্য এবং নাশিদকে এক দোকান থেকে টেনে বের করে আনছে। | In einem anderen Video ist zu sehen, wie Polizisten einen Abgeordneten und Nasheed aus einem Geschäft schleifen, nachdem sie die Menschenmenge auseinandergetrieben hatten. |
17 | তাকে গ্রেফতার করা হবে কি না, এই নিয়ে পুলিশের সাথে এক বিতর্কের পর নাশিদকে ছেড়ে দেওয়া হয়। | Nach einer Diskussion zwischen den Polizisten, ob er festgenommen werden sollte oder nicht, wurde Nasheed freigelassen. |
18 | এই ভিডিওটি প্রদর্শন করছে রক্তে মাখা একজন মানুষ বর্ণনা করেছে কিভাবে পুলিশ তাকে প্রহার করেছে। | Dieses Video zeigt einen blutüberströmten Mann, der erzählt, wie er von der Polizei zusammengeschlagen wurde. |
19 | ইয়ামিন, মালেতে সংঘঠিত এই ঘটনার বিষয়ে ব্লগ করছেন: | Yameen bloggt über die Ereignisse, die in Malé stattfanden: |
20 | আজকে প্রাক্তন রাষ্ট্রপতি নাশিদকে ছেড়ে দেবার পর, তার সমর্থকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করার জন্য দাঁপিয়ে বেড়ানো পুলিশ বিভাগ নির্মম এবং সংঘবদ্ধ প্রচেষ্টা চালায়। | Die außer Kontrolle geratene Polizeibehörde versucht gemeinschaftlich und mit brutalen Mitteln, Demonstrationen von Präsident Nasheeds Anhängern nach seiner heutigen Freilassung zu unterdrücken. |
21 | গতকালের অভ্যুত্থানে রাষ্ট্রপতি নাশিদকে জোর করে ক্ষমতাচ্যুত করার পর, আজ সকালে তাকে ছেড়ে দেওয়া হয়, যা কিনা তাঁর দল এমডিপির কর্মীদের শক্তি জোগায়, আর তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কঠোর কৌশল ব্যব হার করা হয়, আমি নিজে যার প্রত্যক্ষদর্শী। | Ich selbst war Zeuge der unbarmherzigen Taktiken, die im Kampf gegen die MDP-Aktivisten eingesetzt wurden. Die Aktivisten waren voller Energie, nachdem der gestern im Zuge eines Staatsstreichs zum Abtreten gezwungene Präsident, heute aus der Haft entlassen wurde. |
22 | সর্বোচ্চ আদালত ভবনের কাছে অরকিড মাগু এলাকায় বাছবিচারহীন ভাবে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। | Auf dem Orchid magu in der Nähe des Obersten Gerichts wurde wahllos Tränengas versprüht. |
23 | দুইজন ব্যক্তিকে পেটানো হয় এবং এ্যাম্বুলেন্স এসে তাদের টেনে উঠিয়ে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত তারা দীর্ঘ সময় নিথর হয়ে রাস্তায় পড়ে থাকে। | Zwei Menschen wurden zusammengeschlagen und lagen lange bewegungslos auf der Straße, bis sie schließlich zu einem Krankenwagen geschleift und hineingestopft wurden. |
24 | এরপর আমি একটা পুলিশের জীপকে খুব দ্রুত বিক্ষোভরত জনতার দিকে এগিয়ে যেতে দেখি। | Dann sah ich, wie ein Polizei-Jeep in eine Gruppe von Demonstranten raste. |
25 | একটা পুলিশের জীপ। | Ein Polizei-Jeep. |
26 | একেবারে নিন্দাযোগ্য একটা কাজ। | Absolut abscheulich. |
27 | বিক্ষোভকারীদের উপর পুলিশের নির্মমতা। | Brutalität der Polizei gegen Demonstranten. |
28 | ছবি নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির। | Anonymes Foto. |
29 | অনুমতি গ্রহণের মাধ্যমে ব্যবহার করা হয়েছে। | Mit Erlaubnis genutzt. |
30 | মজু নাইম শঙ্কা করছেন যে মালদ্বীপ কি সামরিক স্বৈরাতন্ত্রিক রাষ্ট্র পরিণত হতে যাচ্ছে কিনা: | Muju Naeem überlegt, ob die Malediven zu einer Militärdiktatur geworden sind: |
31 | যদি রাষ্ট্রপতি ওয়াহিদ নিজে এই আদেশ না দিয়ে থাকে, তাহলে আমরা খুব সহজেই ধারণা করতে পারি যে নিরাপত্তা বাহিনী নিজে এইভাবে দমন করা সিদ্ধান্ত নিয়েছে। | Falls also Präsident Waheed nicht den Befehl gegeben hat, können wir zweifellos annehmen, dass die Sicherheitskräfte auf eigene Initiative gearbeitet haben. |
32 | তার মানে হচ্ছে ঘটনাক্রমে আমরা সামরিক/ পুলিশের স্বৈরাতান্ত্রিক শাসনের যুগে প্রবেশ করেছি, যেখানে রাষ্ট্রপতি শাসন কেবল নামমাত্র। | Dies bedeutet, dass wir unmerklich zu einer Militär-/Polizeidiktatur geworden sind, wo die Exekutive nur dem Namen nach besteht. |
33 | মালদ্বীপ এক পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে। | Die Malediven sind zu einem Polizeistaat geworden. |
34 | মালদ্বীপের নাগরিকরা তাদের নিজেদের কাহিনি তুলে ধরার জন্য তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করেছে। সেগুলো হচ্ছে ; ১. | Maledivische Twitternutzer haben angefangen, drei Hashtags zu gebrauchen, um ihre Geschichte zu erzählen. |
35 | #মালদ্বীপপুলিশস্টেট ২. #এমভিপ্রটেস্ট ৩. | Folgen Sie bitte 1. #maldivespolicestate 2. #mvprotest 3. #mvcoup |
36 | #এমভিক্যু | |
37 | রাজধানীর ঘটনার প্রতিক্রিয়া, নাশিদের সমর্থকরা অন্য জেলায় দাঙ্গার সূচনা করে। তারা থানায় আগুন দেয়, দায়িত্বরত পুলিশদের উপর পাথর ছোঁড়ে এবং আদালত এবং বেশ কিছু সরকারি ভবন জ্বালিয়ে দেয়। | Nasheeds Anhänger reagierten auf die Ereignisse in der Hauptstadt, indem sie Aufstände auf den äußeren Inseln organisierten, Polizeiwachen in Brand setzten, diensthabende Polizisten mit Steinen bewarfen und Gerichtshöfe sowie etliche andere öffentliche Gebäude niederbrannten. |
38 | বেশ কয়েকটি দ্বীপে তারা পুলিশদের থানা থেকে তাড়িয়ে দেয় এবং থানা দখল করে নেয়। | Auf einigen Inseln vertrieben sie die Polizisten und besetzten die Polizeiwachen. |
39 | মালদ্বীপবাসী এবং বিদেশী নাগরিকরা, নতুন করে শুরু হওয়া সংঘর্ষ সম্বন্ধে টুইট করেছে, যা কিনা অবসর কাটানোর জন্য স্বর্গ বলে পরিচিত এই দ্বীপটিকে গ্রাস করেছে। | Malediver und Ausländer twittern über die neue Welle der Gewalt, die das Urlaubsparadies gepackt hat. |
40 | ফোরাম দিভরানিয়া টুইট করেছে: | foram divrania twittert: |
41 | মালদ্বীপে শান্তি আসুক … রাজনীতি এবং সংঘর্ষের জন্য মালদ্বীপ বড় বেশী সুন্দর। | @divrania: Frieden für die Malediven…Du bist zu schön für Politik und Gewalt. |
42 | নাত্তু টুইট করেছে: | Nattu twittert: |
43 | @ রিয়ালিনাত্তু: “ @হিশরেম: আমি কোন রাজনৈতিক দলকে সমর্থন করি না। | @reallynattu: „@hisherm: Ich unterstütze keine politische Partei. |
44 | আমি মালদ্বীপকে সমর্থন করি, যার মধ্যে আমি নিজেও রয়েছি! | Ich unterstütze die Malediven.” Ich auch! |
45 | মঙ্গলবারে পুরো দ্বীপরাষ্ট্রটি বিস্ময়কর ভাবে শান্ত ছিল, কারণ নাগরিকরা শঙ্কিত ছিল যে আগামীতে দেশটির ক্ষেত্রে কি ঘটতে যাচ্ছে। | |
46 | এক সংবাদ সম্মেলনে পুলিশ এবং সামরিক বাহিনীর প্রধান এই বিষয়টি নিশ্চিত করেছে এই ধরনের আদেশ প্রত্যাহার করে নেওয়া হবে এবং তারা প্রতিশ্রুতি প্রদান করে যে আগের দিনের সংঘর্ষের ঘটনার বিষয়ে তদন্ত করা হবে। | Auf den Inseln und in der Hauptstadt herrscht am Donnerstag eine gruselige Stille, während sich die Menschen, noch immer angespannt, fragen, was nun passieren könnte. |
47 | নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নাশিদ বলেন যে সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা, তার শাসনের বিরুদ্ধে পুলিশ বিদ্রোহের প্রেক্ষাপটে তাকে জোর করে পদত্যাগে বাধ্য করে। | In einer Pressekonferenz versicherten die Befehlshaber von Polizei und Militär, dass die Ordnung wieder hergestellt werde. Sie versprachen außerdem, über die Gewalttätigkeiten vom Vortag Recherchen anzustellen. |
48 | নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নাশিদ বলেন যে সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা, তার শাসনের বিরুদ্ধে পুলিশ বিদ্রোহের প্রেক্ষাপটে তাকে জোর করে পদত্যাগে বাধ্য করে। | Beim Gespräch mit Journalisten in seiner Residenz, sagte Nasheed, dass Militärkräfte ihn zum Rücktritt gezwungen hätten, als die Polizei des Landes gegen seine Herrschaft zu meutern begann. |
49 | তিনি নতূন এক নির্বাচনের দাবী জানিয়েছেন এবং ক্ষমতায় ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করেছেন ও নিশ্চয়তা প্রদান করেছেন যে, রাস্তায় রাস্তায় দাঙ্গা সংঘঠিত করে তাঁর ক্ষমতা দখল করার কোন ইচ্ছে নেই। | Er forderte Neuwahlen, schwor wieder an die Macht zu gelangen und versicherte, dass er nicht beabsichtige, durch Straßenkämpfe an die Macht zu kommen. |
50 | একই সাথে বিভিন্ন দ্বীপে তার সমর্থকরা যে ভাঙ্গচুর চালায়, তিনি তারও নিন্দা জানিয়েছেন। | Er verurteilte des Weiteren die Gewalttaten, die seine Anhänger auf mehreren Inseln begangen hatten. |