# | ben | deu |
---|
1 | হামাস/ইসরায়েল যুদ্ধবিরতি কি ঘটবে? | Ist eine Waffenruhe zwischen Hamas und Israel auf dem Tisch? |
2 | দাবানলের মত অনলাইনে সংবাদ ছড়িয়ে পড়েছে যে, গাজায় সপ্তাহব্যাপী ধরে চলা সহংসিতা নিরসনে আজ রাতে [২০ নভেম্বর, ২০১২] কায়রোতে হামাস এবং ইজরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হবে। | Die Nachricht, dass heute Nacht [Nov 20, 2012] in Kairo eine Gaza-Waffenruhe zwischen der Hamas und Israel unterzeichnet werden wird, verbreitet sich online wie ein Lauffeuer und folgte einer Woche Gewalt. |
3 | গাজা থেকে ইসমাইল মহসিন রিপোর্ট করেছেনঃ | Aus Gaza berichtet Ismaeil Mohaisen: |
4 | @ইসমাইলফিদেলঃ প্রচেষ্টা: মিশরের মধ্যস্থতায় আজ রাতে কায়রোর একটি সংবাদ সম্মেলনে হামাস এবং ইসলামিক জিহাদি নেতারা একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করবেন। | @IsmaeilFadel: BAHNBRECHEND: Die Hamas und Anführer des Islamischen Jihad werden heute Nacht eine Pressekonferenz in Kairo abhalten, um eine von Ägypten ausgehandelte Waffenruhe bekanntzugeben. |
5 | নিগার হাসিযেড আরও বলেছেনঃ | Nigâr Hacızade fügt hinzu: |
6 | @এনহাসিযেডঃ ইসরাইলি চ্যানেল ১০ এবং আরবি আল জাজিরা উভয় রিপোর্ট করেছে যে শীঘ্রই (মধ্যরাত্রি শুরু, আজ রাতে) যুদ্ধবিরতি ঘোষণা করা হবে #গাজা | @nhacizade: Der israelische Channel 10 und Al Jazeera Arabic berichten beide von einer Waffenruhe (Start, heute um Mitternacht) bald wird es bekanntgegeben. |
7 | এবং বিবিসি গাজা এবং ওয়েস্ট ব্যাংক সংবাদদাতা জন ডনিনসন টুইট করেছেনঃ | #Gaza Und der BBC-Korrespondent für Gaza und Westjordanland Jon Donnison twittert: |
8 | @জনডনিনসনঃ কায়রোয় হামাসের মুখপাত্র আইমান তাহা বিবিসিকে বলেছেন, যুদ্ধবিরতি ঘোষণা আসছে, যা আজ রাত থেকে কার্যকর থাকবে। | @JonDonnison: Ayman Taha der Sprecher der Hamas in Kairo erzählt der BBC das heute Nacht eine Waffenruhe in Kraft treten wird. |
9 | টুইটার প্রতিবেদনগুলি এরইমধ্যে আরও বিস্তারিত আলোচনা শুরু করেছে। | Währenddessen werden Berichte mit weiteren Enthüllungen veröffentlicht. |
10 | গত আধ ঘন্টায়, ওয়াশিংটন পোস্ট কায়রো ব্যুরোর চিফ এবিগেল হাউসলোহনার যিনি বর্তমানে গাজায় রয়েছেন, তিনি টুইট করেছেনঃ | In der letzten halben Stunde hat, Abigail Hauslohner, Chefin des Washington-Post-Büros in Kairo, die sich derzeit in Gaza befindet, getwittert: |
11 | @এহাউসলোহনারঃ আমরা শুরু করছি। | @ahauslohner: Na bitte. |
12 | উত্তর অংশে গত কয়েক মিনিটের মধ্যে ৪ বার হামলা হয়েছে # গাজা | 4 Angriffe im Norden in den letzten Minuten. |
13 | সাবিহা মাহমুদ হতাশা প্রকাশ করেছেনঃ | #Gaza Sabiha Mahmoud notiert ironisch: |
14 | @সাবিহামাহমুদঃ দৃশ্যত: আজরাত ৯টা থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি ডাকা হবে … ইতিমধ্যে ইসরায়েলকে প্রতিরোধ ছাড়াই আধিপত্য বিস্তারে একটি গণহত্যা সম্পূর্ণ করার সুযোগ দেওয়া হয়েছে #গাজা # আরোগ্য_গাজা | @SabihaMahmoud: Offenbar wird heute um 21.00 Uhr eine Waffenruhe ausgesprochen werden… in der Zwischenzeit wird Israel die Herrschaft überlassen seinen Genozid zu vollenden. #Gaza #Heal_Gaza |
15 | অ্যান্ডি কারভিন একটি প্রস্তাব দিয়েছেনঃ | Andy Carvin gibt eine Erklärung: |
16 | @একারভিনঃ যুদ্ধবিরতি সম্পর্কে একটি কঠিন সত্য হচ্ছেঃ বাস্তবায়নের পূর্বে সহিংসতা প্রায়শ অধিক বাড়িয়ে দেয়। | @acarvin: Eine der harten Wahrheiten über Waffenruhen: oft eskaliert die Gewalt kurz vor der Durchführung, um die Positionen vor Ort zu verfestigen. |
17 | # গাজা | #gaza |
18 | মাক্স ব্লুমেন্থাল জানতে চেয়েছেনঃ | Und Max Blumenthal fragt: |
19 | @মাক্সব্লুমেন্থালঃ যেই সব সাংবাদিকরা গাজায় উড়ে এসেছেন তারা কি যুদ্ধবিরতির সময়ও থাকবে পাঠকদের ইজরায়েলী অবরোধে জীবন কিভাবে চলে তা জানাতে? | @MaxBlumenthal: Werden die Journalisten. die mit dem Fallschirm über Gaza abgesprungen sind, nach der Waffenruhe da bleiben, um das Publikum über das Leben unter israelischer Besatzung zu informieren? |
20 | সিসি: @অ্যান্ডাররসনকুপার | CC: @andersoncooper |