Sentence alignment for gv-ben-20091228-8227.xml (html) - gv-deu-20091226-1471.xml (html)

#bendeu
1ভারত: গাছের চারা প্রকল্পIndien: Das Setzling-Projekt Das Setzling-Projekt.
2মুম্বাইর দুই কর্পোরেট একজিকিউটিভ সতিশ বিজয়কুমার আর রঞ্জিত ওয়ালুঞ্জ একটি সফল অনলাইন আর অফলাইন প্রচারণা শুরু করেছেন মুম্বাই শহরের চেহারা পাল্টাবার জন্য, এটাকে আরো সবুজ করে।Bild von Bombay Lives Zwei in Mumbai lebende leitende Angestellte, Satish Vijaykumar und Ranjeet Walunj, begannen mit einer erfolgreichen Online-und Offline-Kampagne, die beabsichtigt, das Gesicht von Mumbai grüner zu gestalten.
3ওয়েলকাম টু মুম্বাই ব্লগে পুষ্পী বলেছেন কেন এই ধরনের প্রকল্পের প্রয়োজন আছে:Pushpee von Welcome to Mumbai sagt uns, warum diese Art von Projekt erforderlich ist:
4মুম্বাই শহরে ধুলা খুব বেশী, কারণ হচ্ছে দূষণ আর জনসংখ্যার আধিক্য। প্রতিদিন নতুন বাড়ি উঠছে আর দু:খজনক হল যে গাছকে কেটে ফেলা হচ্ছে কংক্রীটের আচ্ছাদন দেয়া এই অগ্রযাত্রার জন্য।In Mumbai gibt es zuviel Staub, Umweltverschmutzung, zu viele Menschen und jeden Tag gibt es neue Baustellen und das Traurige dabei ist, dass die Bäume für diesen Zement-Fortschritt abgeholzt werden.
5কিন্তু আপনারা কি বুঝতে পারেন যে অচিরেই শহরটিতে সবুজ প্রকৃতি উধাও হয়ে কেবলমাত্র কংক্রীটের জঙ্গল থাকবে আর সবুজ দেখতে পাবো শুধু যখন আমরা পার্কে যাবো হাঁটতে???Aber wissen Sie, dass es bald nur noch eine Betonwüste ohne jegliches Grün geben wird und der einzige Ort, wo wir etwas Grünes finden können ist dann wohl der Park, wo wir regelmäßig spazieren gehen.
6এই ব্লগার আরো বলেছেন:Der Blogger fügt hinzu:
7মুম্বাই শহরে এখন আমরা কেবল দুই ধরনের পাখি দেখি: কাক আর কবুতর, অন্য সব সুন্দর পাখিগুলো কোথায়?In Mumbai gibt es nur noch zwei Vogelarten: Krähen und Tauben. Wo sind all die anderen schönen Vögel hin?
8দ্যা স্যাপলিং প্রজেক্ট (পোস্টারে ক্লিক করুন প্রকল্পের ওয়েবসাইটে যেতে)।Das Setzling-Projekt (klicken Sie hier, um zur Website des Projekts zu gelangen).
9ছবি ফতুইয়ার সৌজন্যেBild von Fotuya
10সতিশ বিজয়কুমার গত ২৪শে নভেম্বর, ২০০৯ তারিখে তার ব্লগ বোম্বে লিভস এ দ্যা স্যাপলিং প্রজেক্ট (গাছের চারা প্রকল্প) সংক্রান্ত ঘোষণা দিয়েছিলেন:Satish Vijaykumar kündigte folgendes am 24. November 2009 in seinem Blog ‘Bombay Lives” an:
11আমি আর রঞ্জিত ছোট একটা প্রচারাভিযান করছি শহরের বিভিন্ন এলাকায় সবার জন্য বিনামূল্যে চারা লাগানো আর বিতরণের।Ich und Ranjeet machen eine kleine Kampagne zum Pflanzen und Verteilen von Baum-Setzlingen an jeden und allen Teilen unserer Stadt.
12বিস্তারিত জানার জন্য http://thesaplingproject.com/ সাইটটিতে দেখুন আর চারার লাগানোর জন্য নিবন্ধনের জন্য।Weitere Einzelheiten und eine Anmeldung für die Setzlinge gibt es bei http://thesaplingproject.com/.
13প্রকল্পের ওয়েবসাইটটি জানাচ্ছে যে চারা বিনামূল্যে বিতরণ করা হবে।Die Projekt-Webseite informiert ebenfalls darüber, dass die Pflanzen kostenlos abgegeben werden.
14আর লোকেরা নিম বা অশোক গাছের প্রতিটি চারা স্পন্সর করতে পারেন মাত্র ৪০ ভারতীয় রুপি ( প্রায় ৮৫ সেন্ট) দিয়ে।Darüber hinaus kann man auch ‘Neem' oder ‘Ashoka' Pflanzen zum Preis von 40 Indien Rupien (ca. €1,25) je Setzling sponsern.
15অংশগ্রহণের জন্য একাধিক চারা লাগাতে হবে জনপ্রতি, অন্তত দুই বছরের জন্য তার দেখাশোনা করতে হবে আর তার বাড়ার খবর সম্পর্কে জানাতে হবে।Um an dem Projekt teilzunehmen, muss man ein paar Setzlinge pflanzen, sie für mindestens zwei Jahre pflegen und über ihren Wachstum Bericht erstatten.
16চারাগুলো বিতরণের জন্যে তৈরি।Die Setzlinge sind zur Verteilung bereit.
17ছবি বোম্বে লিভস এর সৌজন্যেBild von Bombay Lives
18আর এখানে রয়েছে অনলাইন প্রযুক্তির প্রয়োগ।Und hier kommt der Online-Twist.
19দ্যা টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে প্রকল্পটি চাচ্ছে যে গাছের মালিকরা অনলাইন প্রযুক্তি ব্যবহার করুক আর তারা নাগরিক ও অনলাইন সামাজিক মিডিয়া টুলস যেমন টুইটার, ব্লগ, ফ্লিকার আর ইউটিউব ব্যবহার করে এই চারাগুলোর ছবি আর ভিডিও অনলাইনে তুলে দিয়ে এদের বেড়ে ওঠা সম্পর্কে সবাইকে জানাবেন।The Times of India berichtet, dass das Projekt am liebsten mit solchen Pflanzen-Besitzern zusammenarbeiten möchte, die ein Online-Profil haben und die zivilen und sozialen Medien-Werkzeuge wie Twitter, Blogs, Flickr und YouTube für ihre Berichterstattung über das Wachstum der Bäumchen mit Fotos und Videos benutzen.
20এই প্রকল্পটি বিপুল প্রচার পায় ব্লগের মাধ্যমে (বোম্বে লিভস, মায়াভি ওয়ার্লড) আর অন্যান্য সামাজিক মিডিয়া টুলস যেমন ফেসবুক ব্যবহার করে।Die Kampagne wurde mit Blogs (Bombay Lives, Mayavi World) und anderen sozialen Medien wie Facebook stark publiziert.
21এই প্রকল্পের তথ্যগুলো অনেক ব্যবহারকারী টুইটার বার্তায় জানিয়েছেন:Des weiteren wurden die Informationen von vielen Teilnehmern über Twitter verbreitet.
22স্কাইন৩টি: চারা প্রকল্প আজকে ১১টার সময়ে শিবাজি পার্ক (দাদার) এ শুরু হচ্ছে। আরো তথ্য আছে @ http://bit.ly/5P2ham আসুন একটি চারা লাগাই :)।skyn3t: Das #Sapling Projekt findet heute @11 morgen in der Nähe von Barista, Shivaji Park (Dadar) statt mehr infos @http://bit.ly/5P2ham ‘Come lets plant a tree :)'
23গোপাল_বি: এটি একটি সবুজ সামাজিক উদ্যোগ আর ব্যবসায়িক দিক দিয়ে একেবারে অলাভজনক।gopal_b: etwas grünes, soziales und unternehmerisches und absolut gemeinnützig.
24মুম্বাই এর ছেলে মেয়েরা দেখ দ্যা স্যাপ্লিং প্রোজেক্ট।Jungen und Mädchen #sapling Projekt
25আপনারা এই টুইটার ঠিকানায় আরো তথ্য পাবেন @ranjit_walunj (@রঞ্জিত_ওয়ালুঞ্জ), @bombaylives (@বোম্বেলিভস) আর টুইটারে হ্যাশট্যাগ #sapling (#স্যাপ্লিং) দিয়ে খুঁজেও।Weitere Informationen gibt es bei den folgenden Twitter-Adressen: @ranjit_walunj, @bombaylives, oder suchen Sie unter der Twitter hashtag #sapling.
26চারার ঐক্য, ছবি বোম্বে লিভস এর সৌজন্যেSapling Unity - Bild von Bombay Lives
27প্রথম চারা বিতরণ উদ্যোগ অনুষ্ঠিত হয় গত ১৯ ডিসেম্বর, শনিবার মুম্বাই এর শিভাজি পার্কে।Die erste Verteilung der Setzlinge fand am Samstag, den 19. Dezember im Shivaji Park in Mumbai statt.
28ডিনএ ইন্ডিয়া জানিয়েছে যে অনলাইনে প্রায় ২০০ লোক এই প্রচারণায় নিবন্ধন করেছে আর শনিবার ৬০ জনের বেশী স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।DNA India berichtet, dass über 200 Personen der Bewegung beigetreten und am Samstag mehr als 60 Freiwillige erschienen sind.
29মুম্বাই মেটব্লগে সতিশ বিজয়কুমার ছবিসহ রিপোর্ট করেছেন:Satish Vijaykumar berichtet in den Mumbai Metblogs mit Bildern:
30আমরা সবাই প্রায় ১২০টা চারা বিতরণ করেছি ( নীম, অশোক, ভেষজ লতা) যেসব বন্ধুবান্ধবীরা এসেছে তাদের মধ্যে। এ ছাড়াও দিয়েছি কিছু শিভাজি পার্কের হাউজিং সোসাইটিতে আর সাধারণ মানুষকে।Wir verteilten ungefähr 120 Setzlinge (Neem, Ashoka, Herbal Creepers) an unsere Freunde und die Wohnungsbau-Gesellschaften im Shivaji Park für die allgemeine Öffentlichkeit.
31আমরা স্কাউটস প্যাভিলিয়নেও কিছু চারা লাগিয়েছি।Wir haben auch ein paar Bäumchen am Pfadfinder-Pavillon gepflanzt.
32অনলাইন আর অফলাইনে যারা টুইট, রিটুইট, আর ব্লগ করেছেন এই প্রকল্প সম্পর্কে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আর বিশেষ করে যারা ফেসবুকে অন্যদের আমন্ত্রণ জানিয়েছেন আর এই ব্যাপারে উপস্থিত থেকে প্রকল্পের স্বেচ্ছাসেবী হয়েছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা।Ich möchte allen danken, sowohl Online-und Offline, die per Twitter, Blog und Facebook andere eingeladen haben und auch denen, die aus diesem Anlass kamen und sich freiwillig für das Setzling-Projekt meldeten. Das Pflanzen von Setzlingen.
33চারা বোনা হচ্ছে, ছবি বোম্বে লিভস এর সৌজন্যেBild von Bombay Live
34প্রকল্পের ফ্লিকার পাতায় আরো ছবি পাওয়া যাবে।Weitere Bilder gibt es auf der Flickr-Seite des Projekts.
35যারা অংশগ্রহণ করেছিলেন তাদের টুইটারে কিছু প্রতিক্রিয়া:Hier sind ein paar Twitter-Reaktionen von einigen Teilnehmern:
36অন্তর্যামী: চারা প্রকল্পে বেশ মজা হচ্ছে।AntarYaami: Spass beim @ #sapling Projekt.
37নিম চাষের ব্যাপারে শিখছি।Unterricht für die Neem-Anpflanzung
38স্কাইন৩টি: চারা প্রকল্প থেকে বাসায় ফিরেছি, দাদারে কিছু চারা লাগালাম, পরিবেশ বাঁচাতে বাড়ির জন্যে দুটো নিমের চারা এনেছি।skyn3t: zurück zu Hause vom #sapling Projekt, pflanzte ein paar Bäumchen @dadar, brachte zwei Neem-Setzlinge nach Hause um die Umwelt zu retten:)
39রাহুলকুল: @বোম্বেলিভস @রঞ্জিত_ওয়ালুঞ্জ আমি চারাগুলো বাড়িতে পৌঁছানোর সাথে সাথে লাগিয়েছি!!rahulcool: @bombaylives @ranjeet_walunj ich pflanzte die Bäumchen sobald ich nach Hause kam.
40গর্ব হচ্ছে খুব ভালো একটা উদ্যোগ…#চারা!! fühl mich richtig stolz, eine wirklich gute Initiative…#sapling
41চারা পরিবহণ হচ্ছে, ছবি বোম্বে লিভস এর সৌজন্যেTransport der Setzlinge. Bild von Bombay Lives
42সতিশ বলেছেন:Satish schließt ab:
43Heute war nur ein Anfang, wir werden diese Bewegung noch ausweiten und mit regelmäßigen Verteilungen der Setzlinge in Bombay und anderen Städten weitermachen.
44আজকে কেবল শুরু হল, আমরা এই উদ্যোগ আরো এগিয়ে নিয়ে যাবো মুম্বাইয়ের বিভিন্ন যায়গায় আর অন্যান্য শহরে নিয়মিতভাবে চারা বিতরণ করে।Das Ziel des Projektes ist es, bis zum Jahre 2010 10.000 Bäumchen zu pflanzen.
45এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে ২০১০ সালের মধ্যে ১০,০০০ চারা রোপন।Alle Bilder in diesem Beitrag wurden mit Genehmigung verwendet