# | ben | deu |
---|
1 | অ্যাঙ্গোলা: পয়সা জ্বলজ্বল করছে আবারও | Angola: Die Münzen glänzen wieder |
2 | গত মে মাসে অ্যাঙ্গোলার জাতীয় ব্যাংক (বি এন এ) ৫ কোয়ান্জা মুদ্রার কয়েন বাজারে ছাড়ে যা বিদ্যমান ১, ২, ১০, এবং ৫০ কোয়ান্জার মুদ্রার নতুন সংস্করণের সাথে ব্যবহৃত হবে। | Im Mai hat die Nationalbank von Angola (BNA) Münzen mit dem Wert 5 Kwanzas in den Umlauf gebracht, als Ergänzung zu den 1, 2, 10 und 50 Kwanza Münzen, die es nun wieder gibt. |
3 | অ্যারোগ্রামা ব্লগের সৌজন্যে ১ কোয়ান্জা মুদ্রা | 1 Kwanza vom Blog Aerograma |
4 | এই ব্লগের লেখক ‘হেটে বেড়ানো একটি ছেলে' এই কয়েনগুলো আবার বাজারে ছাড়ার কারন ব্যাখ্যা করেছে: | Der Autor des Blogs After all I'm just a boy walking around [pt] erklärt den Zweck der Wiedereinführung dieser Münzen: |
5 | তাদের উদ্দেশ্য হচ্ছে ভোক্তাদের সন্তুষ্টি যাতে পণ্যের দাম ভাংতিতে পরিশোধে কোন সমস্যা না হয়। | Sie versuchen so die Verbraucher zu schützen, um ein genau passendes Wechselgeld zu ermöglichen und so Verluste für den Käufer zu reduzieren. |
6 | এই কথা বলতে বলতে আমার বিল হল ৭. ৫০ কোয়ান্জা, যা ১০ কোয়ান্জা মুদ্রায় পরিশোধের পরে আমার কাছে রইল ২. | Gerade heute Mittag hatte ich eine Essensrechnung von 7.50 Kwanza, und ich verlor die 2.50 Kwanza, die ich zuviel gegeben hatte (diese Restbeträge können sich schnell aufsummieren!). |
7 | ৫০ কোয়ান্জা (যেটাকে খুব কম মনে হয় কিন্তু এরকম অনেক ক্ষুদ্র পরিমাণ অর্থ একসাথে করলে তা অনেক হয়ে যায়)। | In einem Land mit extremer Armut scheint mir das eine gute Möglichkeit zu sein die Ärmsten zu schützen. |
8 | অতি দারিদ্রের এই দেশে আমার মনে হয় দরিদ্রদের রক্ষার এটি খুব ভাল একটি পদক্ষেপ। | Der Umgang mit den Münzen hat zu Argwohn in der Bevölkerung geführt. |
9 | তবে এই মুদ্রার ব্যবহার জনগণের মাঝে কিছু সন্দেহের জন্ম দিয়েছে। | Laut der Zeitung Jornal de Angola seien die Münzen oft nutzlos, weil Ladenbesitzer sie nicht annähmen. |
10 | জর্নাল ডে অ্যাঙ্গোলা সংবাদপত্র অনুযায়ী [পর্তুগীজ ভাষার সংবাদপত্র] “অনেকের মতে, এগুলো ঝামেলা বাড়ায়, কারণ দোকানদাররা এগুলো নিতে চায় না।” | |
11 | তবে অনেকে এই নতুন কয়েন গুলোর সপক্ষে কথা বলেছেন এবং মত দিয়েছেন যে পাকা ও কাঁচা বাজার উভয় ক্ষেত্রেই এই কয়েনগুলো চলা দরকার। | Trotzdem verteidigen viele die Münzen, und meinen sie sollten im formellen und informellen Bereich eingesetzt werden, das die derzeit im Umlauf befindlichen kleinen Geldscheine schnell abgenutzt werden. |
12 | কারণ বর্তমানে প্রচলিত নোটগুলোর ভাংতি পাওয়া বেশ কষ্টের। | Afonso Loureiro von dem Blog Aerograma schreibt [pt] zu diesem Thema: |
13 | অ্যারোগ্রামা ব্লগের আফন্সো লরেইরো এ নিয়ে লিখেছেন: | Es ist sinnvoll die Noten mit niedrigem Wert durch neue Münzen zu ersetzen, da die Geldscheine sehr schnell kaputt gingen. |
14 | ছোট নোটগুলোর পরিবর্তে কয়েন প্রচলনের সপক্ষে যুক্তি হচ্ছে যে নোটগুলো ছিঁড়ে যায় তাড়াতাড়ি, কারণ এগুলো প্রতিদিন অনেক হাত বদল হতে থাকে। | |
15 | উদাহরণস্বরূপ ৫০ কোয়ান্জা নোটের আয়ু মাত্র কয়েক মাস হয়। বিদেশী নোট। | Da sie mehrfach am Tag durch verschiedene Hände gingen, ist die durchschnittliche Lebensdauer eines 50 Kwanza-Scheins bei nur bei wenigen Monaten. |
16 | ছবি দুলেছেন ফ্লিকার ব্যবহারকারী ডানি ভিডিএম। | Fremde Währungen von Flickr Nutzer DanieVDM, CC Licensed (Remixed) |
17 | সিসি লাইসেন্স (পরিবর্তিত) কয়েনের এই সমস্যাগুলো ম্যানুয়েল গুয়েদেস দোস সান্তা লিমার মত অ্যাঙ্গোলার শিল্পীদেরও নাড়া দিয়েছে যিনি তার ‘কোয়ান্জা' নামে কবিতাতে কোয়ান্জা নদী এবং একই নামের কয়েন সম্পর্কে একটি কৌতুক করেছেন। | Die Kontroverse um die Münzen in Angola hat auch Künstler inspiriert, so wie zum Beispiel Manuel Guedes dos Santos Lima, der in seinem Gedicht “Kwanta” mit der Doppeldeutigkeit des Begriffes spielt - zum einen als nationale Währung, zum anderen als größter Fluss in Angola. |
18 | মাল্টিব্লগে এই কবিতাটি প্রকাশিত হয়েছে এবং ব্লগের লেখক বলেছেন যে ‘অ্যাঙ্গোলার আসল মুদ্রা হচ্ছে ডলার' । | Der Autor von MultiBlog veröffentlichte sein Gedicht und schrieb, die wahre Währung Angolas sei der Dollar. |
19 | সত্যি কথা বলতে এই কয়েন প্রচলনের মাধ্যমে অ্যাঙ্গোলার সরকার দেশে ডলারের ব্যবহার কমাতে চাচ্ছে। | Tatsächlich versucht die Regierung von Angola mit den Münzen die Nutzung der Währung einzudämmen, die wirklich über das Land herrscht: den Dollar. |
20 | অ্যাঙ্গোলার রাজনৈতিক এবং সামরিক অস্থিতি অবস্থার কারণে আমেরিকার এই মুদ্রা জাতীয় বাজারে এখন ভ্যাপক প্রচলিত। | Aufgrund der politischen und militärischen Instabilität, unter der Angola leiden musste, hat die amerikanische Währung ihren Weg auf den nationalen Markt gefunden. |
21 | দেশের প্রধান দুই রাজনৈতিক দল ইউনিটা আর এমপিএলএর মধ্যে সংঘাত এই দেশটিকে ৩০ বছর ব্যাপী একটি গৃহযুদ্ধের মধ্য দিয়ে নিয়ে গেছে। | Das Land wurde fast 30 Jahre vom Krieg beherrscht, einem Konflikt zwischen den beiden großen politischen Parteien, Unita und MPLA. |
22 | ও পাইস সংবাদপত্র অনুসারে দাম নির্ধারণের নীতি প্রণয়ন এখনও বিবেচনা করা হচ্ছে কারণ অ্যাঙ্গোলার প্রাত্যহিক জীবনে এখনও এই দুই মুদ্রার প্রচলন রয়েছে। এর কারণ হচ্ছে পরিবর্তনে জনগণের অনিচ্ছা, যদিও ভোক্তা সুরক্ষার সংগঠন (ইনাডেক) এর বিপক্ষে। | Nach Berichten der Zeitung O País wird noch immer die Preisfestlegungs-Politik evaluiert, wegen des Nebeneinanders zweier Währungen im Alltag der Menschen in Angola - ein Zustand, der seine Wurzeln im Verhalten der Bevölkerung hat und obwohl das Nationale Verbaucherschutz Institut (INADEC, Instituto Nacional de Defesa do Consumidor) von dieser Praxis abrät, ist es natürlich schwierig zu verändern. |
23 | এই অভ্যাস পরিবর্তন সত্যিই কষ্টসাধ্য। | |