# | ben | deu |
---|
1 | সিরিয়াঃ- লেন্স অফ এ ইয়াং হোমিস- অবোরধে থাকা একটি শহরের আলোকচিত্র | Syrien: „Lens of a young Homsi“, Fotos einer Stadt im Belagerungszustand |
2 | যখন মার্চ ২০১১-এ, সিরিয়ার বিক্ষোভ প্রদর্শন শুরু হয়, তখন হোমস শহরের কয়েক বন্ধু, যাদের সকলের বয়স ২৫-এর নিচে, তারা সকলে তাদের শহরের অভূতপূর্ব বিক্ষোভের ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে বের হয়ে পড়ে। | Als die Demonstrationen in Syrien im März 2011 [en] begannen, griffen ein paar Freunde aus Homs, alle unter 25 Jahre alt, zur Kamera, um die bis dato einmaligen Proteste in ihrer Stadt zu fotografieren. |
3 | এর পর তারা শাসকের হামলায় ক্ষতবিক্ষত শহরের রাস্তা এবং বিভিন্ন এলাকার ধ্বংসাবশেষের ছবি তুলতে শুরু করে। | Wenig später begannen sie, die Zerstörung der Straßen und Viertel der Stadt infolge des scharfen Vorgehens des Regimes in ihren Bildern festzuhalten. |
4 | তারা তাদের লেন্সের মাধ্যমে বিশ্বকে দেখাচ্ছে যে হোমস দেখতে কেমন ছিল, আর এখন তার চেহারা কেমন। | Der Blick durch ihre Kameras soll der Welt zeigen, wie Homs früher aussah und was mittlerweile aus der Stadt geworden ist. |
5 | তারা বিপ্লবের শহরের বিপ্লবাত্মক মুহূর্তকে নথিভুক্ত করছে। | Dabei dokumentieren sie denkwürdige Augenblicke in der „Stadt der Revolution“. |
6 | এদিকে তারা প্রতিদিন সেই সমস্ত লোকদের কাছ থেকে অনুরোধ পান যারা হোমসের ঘড়বাড়ি ছেড়ে পালিয়ে যাবার পর জানতে চায়, তা কি ধ্বংস হয়ে গেছে নাকি ঠিক আছে। | Sie erhalten täglich Anfragen von Menschen, die aus der Stadt flüchten mussten und wissen möchten, ob ihre Häuser noch stehen oder zerstört worden sind. |
7 | তারা জানাচ্ছেন যে তারা কেবলই একদল স্বেচ্ছাসেবক, যাদের কোন পেশাদার প্রশিক্ষণ নেই, কিন্তু তাদের কাজ অসাধারণ। | Sie erklären beharrlich, nur eine Gruppe von Freiwilligen ohne professionellen Hintergrund zu sein, doch ihre Arbeit ist hervorragend. |
8 | তারা হচ্ছে হোমস শহরের চোখ (লেন্স অফ এ ইয়াং হোমসি): | Sie haben „Lens of a young Homsi“ (Durch die Linse eines jungen Syrers aus Homs) geschaffen: |
9 | লেন্স অফ এ ইয়াং হোমসির একটি ছবি, যা তাদের ফেসবুকের পাতা থেকে নেওয়া হয়েছে। | Foto von der Facebook-Seite „Lens of a young Homsi“ |
10 | এই ভিডিওতে তাদের কিছু কাজ প্রদর্শন করা হয়েছে এবং দেখানো হয়েছে কেন লেন্স অফ ইয়াং হোমসি তাদের জন্য এক ভিন্নতার, সৃষ্টি করছে যারা হোমস শহরের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। : | In diesem Video sind einige ihrer Bilder zu sehen. Darüber hinaus wird erläutert, warum „Lens of a young Homsi“ für Syrer, die aus ihren Häusern in Homs flüchten mussten, so wichtig ist: |
11 | বালির বস্তা, ব্যারিকেড, সর্বোতভাবে সজ্জিত সেনা, বুলেট, বোমা, একটা এলাকা থেকে বিচ্ছিন্ন আরেক চেক পয়েন্ট- এই সমস্ত বিষয়গুলো তরুণ হোমসিসরা তাদের লেন্সের মাধ্যমে তুলে ধরেছে: | „Sandsäcke, Barrikaden, bis an die Zähne bewaffnete Soldaten, Kugeln, Bomben, Kontrollstellen, die Stadtteile voneinander trennen …“ Dieses Szenario zeigen die jungen Männer aus Homs in ihren Bildern: |
12 | ফেসবুক এবং টুইটারে আপনারা তাদের কাজগুলো দেখতে পাবেন। | Auf Facebook und Twitter erfahren Sie mehr über ihre Arbeit. |