# | ben | deu |
---|
1 | কেনিয়াঃ শহুরে বাগানে শিকড় | Kenia: “Urban Gardening” schlägt Wurzeln |
2 | কেনিয়ায় শহরবাসীরা সংরক্ষণ ও বিক্রয়ের জন্য স্বল্প ধারণ ক্ষমতাসম্পন্ন জায়গায় খাদ্য উৎপাদন করার উপায় শিখছে। | [Alle Links in diesem Beitrag führen zu englischsprachigen Webseiten.] In Kenia lernen Stadtbewohner verschiedene Techniken, Nahrungsmittel für den Verzehr oder Verkauf selbst auf kleinem Raum anzubauen. |
3 | নিম্ন আয় ও আয়হীন মানুষের জন্য, শহুরে বাগান খাদ্য নিরাপত্তার চাবিকাঠি হতে পারে। | Für Menschen mit einem geringen Einkommen, kann “Urban Gardening” (also Stadtgärten) ein Weg zu Nahrungsmittelsicherheit sein. |
4 | এই ভিডিওগুলোতে কনটেইনারে খাদ্য উৎপাদন এবং সীমিত জায়গা ও সম্পদ ব্যবহার সম্পর্কে দেখানো হয়েছে। | Die nachfolgenden Videos zeigen, wie Pflanzen in Containern mit wenig Platz und Ressourcen angebaut werden können. |
5 | মাম্মুত ফিল্ম প্রোডাকশনের মিশেলে মেলারা ও আলেসান্দ্রো রসি পরিচালিত গড সেভ দি গ্রীন প্রামাণ্যচিত্রের একটি অংশে ব্যাগ বাগান দেখানো হয়েছে যা নাইরোবিতে শহুরে বাগানকারীদের ছয় সদস্যের একটি পরিবারের জন্য আড়াআড়িভাবে এক বর্গ মিটারের পত্র পূর্ণ বাগান করতে সহায়তা করছেঃ | Aus der Dokumentation “God save the green” (Gott schütze das Gemüse) von “Mammut Film Production” von Michele Mellara und Alessandro Rossi stammt dieser kurze Ausschnitt über Taschengärten, die es städtischen Gärtnern in Nairobi erlauben, auf einem Quadratmeter genug Blattgemüse für eine sechsköpfige Familie anzubauen, indem sie in die Höhe gehen: |
6 | বি এ ব্লেসিং টুডে ভিডিও পাঠিয়েছে যেখানে কেনিয়ায় বিভিন্ন শহরে বাগান করার কৌশল শেখানো হয়। | Be a Blessing Today (Sei heute ein Segen) hat eine Reihe Videos hochgeladen, die verschiedene Techniken des “Urban Gardening” aus ihrem eigenen Garten in Kenia zeigen. |
7 | এর মধ্যে পূর্বে উল্লেখিত ব্যাগ পদ্ধতিতে কিছু উন্নয়ন ও পানি দেয়ার সহজ উপায় দেয়া হয়েছেঃ | Eine davon ist die oben gezeigte Taschenmethode, mit einigen Verbesserungen, die die Bewässerung einfacher machen: |
8 | বি এ ব্লেসিং কর্তৃক প্রদত্ত অন্য দুইটি পদ্ধতি হল রেইসড বেড ওয়ালস ও স্টেয়ারওয়ে ফার্মিং, উভয় পদ্ধতিই সহজতর বাগানের জন্য স্থান সৃষ্টির জন্য সহায়ক, রেইসড বেডের মাধ্যমে ফসল ও গাছকে বাঁকানোর দরকার হয় না, যা কংক্রিটের মধ্যে বনায়নে সহায়তা করে। | Zwei andere Methoden, die von “Be a Blessing” geziegt werden, sind die Hochbeete und der Treppengarten. Beide Arten gewinnen Platz für einfacheres Anpflanzen, indem sie Hochbeete nutzen, bei denen man sich nicht bücken muss, und die es erlauben, über Beton anzupflanzen. |
9 | ইউটিউবে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অন্যান্য মানুষ কর্তৃক সীমিত জায়গায় খাদ্য উৎপাদনের কৌশলের ভিডিও দেয়া হয়েছে। | Andere Techniken, die für Menschen nützlich sind, die Nahrungsmittel auf begrenztem Raum anbauen, werden von Menschen aus aller Welt auf YouTube geteilt. |
10 | উদাহরণস্বরূপ, একটি উল্লম্ব বাগানে খাদ্য উৎপাদনের জন্য ফেলে দেয়া প্লাস্টিকের বোতল ব্যবহারের ধারণা অসাধারণ: | Das folgende Video zeigt zum Beispiel, wie alte Plastikflaschen genutzt werden, um Gemüse in einem vertikalen Garten anzubauen: |
11 | এখানে অকেজো প্লাস্টিকের পানির বোতল থেকে তৈরি প্লাস্টিকের কনটেইনারের উপরে ও নিচে পাছ লাগানো দেখানো হয়েছেঃ | Hier werden Pflanzen auf und in einem Plastikcontainer aus einer großen Wasserflasche angepflanzt: |
12 | এই অন্য ভিডিওটিতে অকেজো টায়ারকে বাগানে কনটেইনার হিসেবে ব্যবহারের উপায় দেখানো হয়েছেঃ | Dieses Video zeigt uns, wie man auch alte Autoreifen als Gefäße für Pflanzen nutzen kann: |