# | ben | deu |
---|
1 | সৌদি আরব: ভিডিওতে জেদ্দার বন্যা | Saudi-Arabien: Das Jeddah Hochwasser auf Video |
2 | প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে তবুও মানুষ এখনও জেদ্দার বন্যা আর তার পরের পরিস্থিতি নিয়ে কথা বলছেন। ব্যাপক বৃষ্টি কারণে বন্যা দক্ষিণ সৌদি আরবের শহরের জীবনকে স্থির করে দেয়। | Fast drei Wochen nach den sintflutartigen Regen und Überschwemmungen reden die Leute noch immer darüber, wie das Leben in dieser westlichen saudi-arabischen Stadt zum Stillstand kam. |
3 | ইন্টারনেট ব্যবহারকারীরা ইউটিউবের ভিডিওর লিঙ্ক বিনিময় করছেন ইমেইলের মাধ্যমে, যেখানে ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে। | Internet-Benutzer tauschen Links über YouTube aus, die den Umfang der Schäden via E-Mail zeigen. |
4 | বোবো৬৬৯৯তারেক এই ভিডিও পোস্ট করেছেন, যেখানে একটা রাস্তার যেটা নদীতে পরিণত হয়েছে এবং সেখানে গাড়ি ভেসে যাচ্ছে এমন চিত্র আছে: | Bobo6699tariqs Beitrag zeigt, wie Autos von einer Straße, die sich in einen Fluss verwandelte, weggewaschen wurden. Er erklärt: |
5 | তিনি ব্যাখ্যা করেছেন: | Jeddahs Überschwemmungen und Katastrophen .. |
6 | আর মিউনিসিপ্যালিটি তার আসল রূপ দেখিয়েছে। | Die Gemeinde zeigte ihren wahren Mut. |
7 | জাফ্লাতা আর কুওয়াজ এলাকায়, উপত্যকায় নির্মিত বাড়ি ডুবে গেছে। সেখানে মানুষ মারা যায় আর সামরিক বাহিনী তাদেরকে সাহায্য করেনি। | In der Umgebung von Zaflata und Quwaiz ertranken die in den Tälern gebauten Häuser, die Leute starben und der Zivilschutz half niemandem. |
8 | ইশ্বর তাদেরকে সাহায্য করুন আর তাদের ক্ষতি পুরণ করুন যা বাড়ি, গাড়ি আর জীবনের বিনিময়ে হয়েছে। | Möge Gott ihnen helfen und sie für die Verluste ihrer Häuser, Autos und Seelen belohnen. |
9 | এম এস আবু রায়ান বন্যার এলাকার আর একটি দৃশ্য দেখিয়েছেন: | MsAbuRayan zeigt hier eine andere Szene der Überschwemmungen: |
10 | তিনি লিখেছেন: | Sie schreibt: |
11 | এটা জ্যাক সড়কের বন্যা আর এটা ভয়ঙ্কর। | Das sind die Überschwemmungen in der Jack Straße und es ist schrecklich. |
12 | দোকানের নীচ তলা পানির নীচে। | Das Wasser ist in die ersten Etagen der Geschäfte eingedrungen. |
13 | ইশ্বর তাদের উপরে করুণা করুক যারা তাদের বাড়ি, দোকান আর গাড়ি হারিয়েছেন আর যারা নিহত হয়েছেন তাদের উপরে করুণা করুক। | Möge Gott diejenigen, die ihre Häuser, Geschäfte und Autos verloren haben, belohnen und möge er Erbarmen mit denen haben, die umgekommen sind. |
14 | মাহেরেক্স এর মাহের এই ভিডিও তুলেছেন যেখানে আরো ক্ষতি দেখানো হয়েছে: | Maher bei Maherex, machte dieses Video, das noch mehr Schaden zeigt: |
15 | মাহের এই ভিডিওটিও পোস্ট করেছেন, যেখানে অনেক ক্ষতিগ্রস্ত গাড়ি দেখানো হয়েছে: | Maher lud auch dieses Video hoch, dass eine große Anzahl beschädigter Autos zeigt. |