Sentence alignment for gv-ben-20140425-42843.xml (html) - gv-deu-20140426-19820.xml (html)

#bendeu
1হংকং-এর বৈজ্ঞানিক কল্প কাহিনী ভিত্তিক এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চীন ইন্টারনেটে প্রদর্শন বন্ধ করে দিয়েছেChina blockt Science-Fiction-Kurzfilm aus Hongkong
2বৈজ্ঞানিক কল্প কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ ৩৩ বছর পর হংকং ধ্বংস হয়ে যাবে” ব্যাপক ভাবে ইন্টারনেটে প্রদর্শিত হয়েছে এবং এটি চীনের সেন্সর বিভাগের ক্রোধের কারণ হয়ে দাঁড়িয়েছে।Ein Science-Fiction-Kurzfilm mit dem Titel “Hongkong wird nach 33 Jahren zerstört sein” ist zu einem viralen Hit geworden und hat den Zorn von Chinas Zensoren hervorgerufen.
3৩ মার্চ, ২০১৪-এ আপলোড করা, ৭ মিনিট ২৮ সেকেন্ডের এই ভিডিও ইতোমধ্যে ৬৪৫,০০০ বার দেখা হয়েছে। এতে দেখানো হয়েছে উদাসীন হংকংবাসীরা এক ধেয়ে আসা উল্কার বিষয়ে নিস্পৃহ- যেটি ২০৪৭ সালে এলাকাটিতে আঘাত হানতে যাচ্ছে, যে সালটিতে হংকং চীনের এক বিশেষ প্রশাসনিক এলাকায় পরিণত হতে যাচ্ছে, আর এর মাধ্যমে মূল চীনা ভূখণ্ডের বিপরীতে হংকং যে আলাদা আইনী সুবিধা পেত তা আর থাকবে না।Das sieben Minuten und 28 Sekunden lange Video, das, seitdem es am 3. März 2014 auf YouTube online gestellt wurde, 645.000 [en] Besucher verzeichnen konnte, zeigt teilnahmslose Bewohner Hongkongs, die sich angesichts eines sich der Erde nähernden Meteoriten, dessen Einschlag für das Jahr 2047 vorgesehen ist, gleichgültig verhalten.
4এই চলচ্চিত্রে দেখানো হয়েছে উল্কার আঘাত হানার সংবাদের পর হংকং-এর দুই তৃতীয়াংশ নাগরিক এবং একই সাথে বিশাল বিশাল সব সব প্রতিষ্ঠান এলাকাটি ত্যাগ করে চলে যাবে।Dies ist das Jahr, in dem Hongkong, ein Gebiet mit besonderem Verwaltungsstatus innerhalb Chinas, aufhört, vom Festland getrennte Gesetze zu haben.
5এই ভাবে খালি হয়ে যাওয়ার ফলে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান সমৃদ্ধি লাভ করবে এবং সকলের গৃহ পাবার ব্যবস্থা উন্মুক্ত হয়ে যাবে।In dem Film verlassen mehr als zwei Drittel der Stadtbevölkerung sowie große Unternehmen die Stadt, nachdem sie von dem Meteorit erfahren haben.
6শীঘ্রই ধ্বংস হয়ে যাবার সম্ভাবনা সত্ত্বেও এক অর্থে শহরটির আবার পুনর্জন্ম ঘটবে।Die daraus folgende Leere der Stadt lässt Kleinunternehmen aufblühen und macht Wohnraum für jedermann frei.
7ঘটনাক্রমে, আঘাত হানার আগেই বিজ্ঞানীরা উল্কাটিকে ধ্বংস করতে সক্ষম হবে।Die Stadt wird in gewissem Sinne neu geboren, trotz ihres drohenden Untergangs.
8এই ভিডিও ক্রমশ বাড়তে থাকা ভীড় এবং বস্তুবাদী হয়ে ওঠা ও ১৯৯৭ সালে যুক্তরাজ্যের হাত থেকে চীনের হাতে হস্তান্তরের ফলে মূল চীনা ভূখণ্ড থেকে আসা অধিবাসীদের সংখ্যাবৃদ্ধির মত রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে হংকংবাসীদের উদ্বেগের বিষয় উন্মোচন করেছে।Letztendlich gelingt es Wissenschaftlern, den Meteroiten noch vor dessen Einschlag zu zerstören. Das Video [mit englischsprachigen Untertitel] offenbart die Ängste der Bevölkerung von Hongkong aufgrund politischer und sozialer Probleme, wie zum Beispiel ihre zunehmend überfüllte Stadt und die wachsende Zahl von Zuwanderern vom Festland, nachdem die Stadt 1997 von Großbritannien an China übergeben wurde.
9মূল চীনা ভূখণ্ডের অধিবাসীদের কাছে এই চলচ্চিত্র ঠিক বিপরীত এক খুব “সাধারণ দৃষ্টিভঙ্গির” বার্তা প্রেরণ করেছে, আর তা হচ্ছে চীনের অর্থনৈতিক সমর্থন ছাড়া হয়ত হংকং-এর অনেক আগেই ইতি ঘটত।Es verbreitet eine entgegengesetzte Botschaft zu der allgemeinen Ansicht [en] unter Festländern, dass Hongkong ohne die wirtschaftliche Unterstützung Chinas längst tot wäre.
10আইসিইউইনমাইহার্ট নামক এক নেট নাগরিক ইউটিউবে মন্তব্য করেছে:Der Netzbürger “iseeyouinmyheart” kommentierte auf Youtube:
11আমার কাছে ইতোমধ্যে হংকং-এর ইতি ঘটেছে।Für mich ist es mit HK schon vorbei.
12১৯৯৭ সালের আগে আমি যে স্বাধীনতার, ন্যায়বিচার, আইনের শাসন এবং নিরপেক্ষতার সুবাতাস পেতাম তার পরিসমাপ্তি ঘটেছে।Ich kann nicht länger die Luft der Freiheit, Gerechtigkeit, Rechtsstaatlichkeit und Fairness spüren, wie ich es vor 1997 getan habe.
13অনিবার্যভাবে ইয়াকুর মত চীনা ভিডিও ওয়েবসাইটগুলোতে স্বল্প দৈর্ঘ্যের এই ভিডিওটির প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে।Unweigerlich wurde das kurze Video auf chinesischen Webseiten wie Youku gesperrt.
14ফেই চাং দাও নামক ব্লগের সংবাদ অনুসারে বাইডু এবং সিনা ওয়েবো উভয় স্থানে “৩৩ বছর” দিয়ে অনুসন্ধান করলে কোন কিছু আসছে না।Dem Blog Fei Chang Dao [en] zufolge wurden Suchergebnisse für “33 Jahre” sowohl auf Baidu als auch auf Sina Weibo unterdrückt.
15চায়না ডিজিটাল টাইমসের সংবাদ অনুসারে চীনের প্রচারণা বিষয়ক কর্তৃপক্ষের আদেশ অনলাইনে প্রকাশ হয়ে পড়েছে:Laut China Digital Times [en] ist die Anordnung der chinesischen Propagandabehörde online durchgesickert [en]:
16“৩৩ বছর পর হংকং ধ্বংস হয়ে যাবে” নামক ভিডিও থেকে নেওয়া এক দৃশ্যের স্ক্রিনশটScreenshot aus dem Kurzvideo “Hongkong wird in 33 Jahren zerstört sein”
17রাষ্ট্রীয় তথ্য পরিষদ অধিদপ্তর: দ্রুত নিন্মোক্ত উপাদানগুলো সকল ওয়েব সাইট থেকে দ্রুত সরিয়ে ফেলতে হবে, (১) “ট্যাং জিটিয়ান এবং অন্য নিখোঁজ আইনজীবীদের সমর্থন এবং উদ্ধার”; (২) ভিডিও, টেক্সট ইত্যাদি যা “ ৩৩ বছর পর হংকং ধ্বংস হয়ে যাবে” শিরোনামে হংকংবাসীরা নিজেদের রক্ষা করল এমন এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে তুলে ধরে।Informationsbüro des chinesischen Staatsrats: Unverzügliches Entfernen des Folgenden von allen Webseiten: (1) Informationen, die sich auf die “Unterstützung und Rettung von Tang Jitian und anderer vermisster Rechtsanwälte” beziehen; (2) Video, Text usw., die den Science-Fiction-Kurzfilm über die Bewohner Hongkongs, die “sich selbst retten” befürworten, der den Titel “Hongkong wird in 33 Jahren zerstört sein”, trägt.
18ইক কান চেয়ুং একজন ভিএফএক্স শিল্পী এবং উক্ত ভিডিওর পোস্ট প্রোডাকশন সুপারভাইজার, যিনি “দি ডিপ্লোম্যাটকে” জানাচ্ছে কেন সে মনে করে যে এই ভিডিওটি মূল চীনা ভূখণ্ডে নিষিদ্ধ হয়েছিলYik Kan Cheung, ein VFX-Künstler und Verantwortlicher für die Postproduktion des Videos, berichtete der Zeitung The Diplomat [en], warum das Video auf dem Festland wahrscheinlich verboten wurde:
19আমরা বিশ্বাস করি, যে কারণে কর্তৃপক্ষ ভিডিওটিকে সেন্সর করেছে তা হচ্ছে তারা বিশ্বাস করে তারা সমাজকে শান্তিপূর্ণ রাখার কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা মনে করি তারা যা করছে তা হচ্ছে মানুষকে সত্য না জানিয়ে তারা এর থেকে নাগরিকদের দূরে রাখছে, এর এটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না নির্বাচন নিয়ন্ত্রণ করা যায়, ততক্ষণ পর্যন্ত মূল চীনা ভূখণ্ড থেকে পর্যাপ্ত নাগরিক আমদানি করে চীন চেষ্টা করছে শ্বাসরোধ করে হংকংকে ধ্বংস করে ফেলতে।Der Grund, warum das Video von den Behörden zensiert wurde, ist - so glauben wir - die Annahme, damit die Gesellschaft ruhig zu stellen. Wir glauben aber, dass sie die Leute davon abhalten wollen, die Wahrheit zu erfahren, nämlich, dass China versucht, Hongkong zu ersticken, indem es solange Chinesen vom Festland nach Hongkong bringt, bis genügend Leute da sind, die die Wahlen kontrollieren können.
20এরপর হংকং-এ আর কোন নির্বাচন হবে না।Und dann wird es in Hongkong keine freien Wahlen mehr geben.