# | ben | deu |
---|
1 | গ্লোবাল ভয়েসেস এডভোকেসী: চাই একটি বিশ্বজোড়া এন্টিসেন্সরশীপ নেটওয়ার্ক | GV Advocacy: Ein Globales Netzwerk gegen Zensur entsteht. |
2 | গ্লোবাল ভয়েসেস এডভোকেসী শুরু হবার পর গত ছয় মাসে ধরে আমরা বিশ্বজুড়ে অনলাইন কথোপকথনের বিরুদ্ধে হুমকি ও প্রতিবন্ধকতাগুলো লিপিবদ্ধ করার চেষ্টা করেছি যাতে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়। | In den vergangenen sechs Monaten seit dem Start von Global Voices Advocacy haben wir versucht, die zunehmend ernsten Bedrohungen für die freie Rede im Internet anzusprechen, ebenso wie die Versuche mit diesen Bedrohungen umzugehen. |
3 | ইতিমধ্যে আমরা লিপিবদ্ধ করেছি প্রচুর ব্লগার এবং অনলাইন লেখকদের গ্রেফতার ও জেলে যাবার খবর, বেশ কয়েকটি এন্টিসেন্সরশীপ প্রচারনাকে তুলে ধরেছি এবং ইন্টারনেট সেন্সরশিপ এবং ওয়েবসাইট ও ব্লগ ব্লক করা নিয়ে রিপোর্ট করেছি। | Wir haben von den Festnahmen zahlreicher Blogger und Online-Autoren berichtet und auf Anti-Zensur-Kampagnen hingewiesen, sprachen über Netzzensur, gesperrte Blogs und Websites. |
4 | আমাদের কাভারেজের মধ্যে রয়েছে ২৫টি দেশের এরুপ ঘটনা এবং বাক স্বাধীনতা নিয়ে ব্লগার এবং প্রতিবাদকারীদের স্বতন্ত্র সাক্ষাৎকার, এছাড়াও অনলাইন সেন্সরশীপ নিয়ে একটি ইন-ডেপথ সার্ভে যে ঘটনাগুলোয় গতানুগতিক মিডিয়া খুব কম মনযোগ দেয়। | Wir haben dabei Nachrichten aus bislang 25 Ländern verbreitet, sowie exklusive Interviews mit Aktivisten und Bloggern, die für die Redefreiheit kämpfen. Dazu kam ein ausführlicher Überblick über Fälle von Netzzensur, die kaum die Aufmerksamkeit der Medien erreicht hatten. |
5 | বিশ্বজুড়ে অনলাইন কথোপকথনের বিরুদ্ধে হুমকি ও প্রতিবন্ধকতাগুলো লিপিবদ্ধ করা এবং অনলাইন এবং অফলাইন এন্টিসেন্সরশীপ প্রচারনাকে তুলে ধরার পাশাপাশি আমরা বিশ্বজুড়ে এইসব সেন্সরশীপের বিরুদ্ধে প্রতিবাদরত ব্লগারদের এবং অন্যান্য সক্রিয় ব্যক্তিদের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছি। | Im Rahmen unserer Aufgabe, Bedrohungen der freien Rede im Internet zu dokumentieren und umfassende Informationen über On- und Offline-Zensur zu bieten, versuchen wir ein globales Netzwerk von Bloggern und Aktivisten aufzubauen, die an Aktionen gegen die Zensur beteiligt sind. |
6 | এই নেটওয়ার্কটির উদ্দেশ্য হচ্ছে অনলাইনে বাক স্বাধীনতার বিষয়গুলো তুলে ধরা এবং সবাইকে সেন্সরশীপের বিরুদ্ধে সতর্ক করে দেয়া। এছাড়াও আমরা বিশ্বের বিভিন্ন স্থানে এইসব হুমকি স্থানীয় ব্লগাররা কিভাবে মোকাবেলা করবে তার জন্যে প্রযুক্তিগত হাতিয়ার এবং পরামর্শ দেবার চেষ্টা করে আসছি। | Ziel dieses Netzwerkes ist es, auf die Thematik “Meinungsfreiheit” aufmerksam zu machen und außerdem Techniken und Strategien mit anderen Aktivisten zu teilen, die in anderen Teilen der Welt vor ähnlichen Problemen stehen. |
7 | এই নেটওয়ার্ক গড়ে তোলার জন্যে আমরা কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি যা নিন্মে বিস্তারিতভাবে তুলে ধরছি। | Zusätzlich haben wir eine solide Infrastruktur entwickelt um das Netzwerk zu unterstützen. |
8 | গাইড: আমরা সম্প্রতি “টেকনিকাল গাইড টু এনোনিমাস ব্লগিং উইথ ওয়ার্ডপ্রস এন্ড টর (ওয়ার্ডপ্রেস ও টরের মাধ্যমে বেনামে ব্লগিংয়ের প্রযুক্তিগত গাইড)” এর একটি আপডেটেড সংস্করন প্রকাশ করেছি। | Dazu zählen die folgenden Komponenten: The Guide: Vor kurzem haben wir eine aktualisierte Version der technischen Anleitung zum anonymen Bloggen mit WordPress und Tor veröffentlicht. |
9 | এই গাইডটি পরিকল্পিত বেশ কয়েকটি ম্যানুয়ালের প্রথমটি। এইসব ম্যানুয়ালগুলো আলোকপাত করেছে ইন্টারনেট ফিল্টারিংগুলোকে বোকা বানানোর উপায়, পরিচিতি ফাঁস না করে ব্লগিং করা এবং সেইসব ব্লগারদের জন্যে ফলপ্রদ সমর্থন যাদের আমরা গ্লোবাল ভয়েসেস এডভোকেসী প্রজেক্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। | The Guide ist die erste von mehreren geplanten Anleitungen zu den Themen “Umgehen von Internetfiltern”, “Sicheres bloggen unter einem Pseudonym” und “effective advocacy” durch Blogs, die wir im Rahmen von Global Voices Advocacy fördern wollen. |
10 | উক্ত প্রথম গাইডটি ব্লগারদের পরিচয় গোপন রাখার উপায়গুলো বর্ণনা করে যাতে কর্তৃপক্ষের (বিশেষ করে স্বৈরাচারী সরকারগুলোর) রোষানল হতে তাদেরকে বাচানো যায়। | “The Anonymous Blogging with WordPress and Tor” zeigt mehrere Methoden, die eigene Identität zu schützen um staatliche Reaktionen zu verhindern, vor allem unter repressiven Regimes. |
11 | এই গাইডের নির্দেশাবলী অনুযায়ী ব্লগিং করলে ব্লগারের অনলাইন লেখাগুলির সাথে তার পরিচয় ও ঠিকানার প্রযুক্তিগত কোন ছাপ থাকবে না। | Die Methoden, die im Guide vorgestellt werden können das Risiko, dass ein Blogger mit seinen online veröffentlichten Texten in Verbindung gebracht werden kann, erheblich reduzieren. |
12 | গাইডটির স্ক্রীনশটসসহ একটি এইচটিএমএল সংস্করন যা লিন্কসহ এবং ব্লগিং সহায়ক এখানে পাওয়া যাবে। আমরা পিডিএফ ফাইল হিসেবেও এটি প্রকাশ করেছি। | Eine verlinkbare, blogfreundliche, mit Screenshoots illustrierte HTML-Version des Guides ist verfügbar, ebenso ein PDF. |
13 | অনুগ্রহ করে এটি ডাউনলোড করুন বা লিন্ক করুন যা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে প্রচার করতে সহায়তা করবে। | Wir bitten darum, den Guide herunterzuladen, zu verlinken und bei der Verbreitung dieser wichtigen Informationen zu helfen. |
14 | এই এইচটিএএল কোডটি নির্দ্বিধায় কপি করে আপনার ব্লগে যোগ করে দিন। | Dazu kann dieser HTML-Code im eigenen Blog eingebunden werden. |
15 | তিউনিসিয়ার বিপ্লবীদের সংগঠন ইয়েজ্জি. অর্গ এর সহায়তায় আমরা এই গাইডটির একটি ফরাসী সংস্করন বের করছি যা অচিরেই ডাউনলোডের জন্য পাওয়া যাবে। | In Zusammenarbeit mit den tunesischen Aktivisten von yezzi.org arbeiten wir an einer französischen Übersetzung des Guides, die bald verfügbar sein wird. |
16 | আমরা আরও এই ক্ষেত্রের অনেকের সাথে সহযোগিতা করছি এর আরবী, চাইনিজ ও ভিয়েতনামীজ সংস্করন বের করার জন্যে। | Mit anderen Aktivisten erarbeiten wir arabische, chinesische und vietnamesische Versionen. |
17 | অনুগ্রহ করে খেয়াল করবেন যে এই গাইডটি ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন লাইসেন্সের আওতায় বের করা হয়েছে, যার মানে হচ্ছে এটিকে কোন বাধা ছাড়াই অন্যান্য যে কোন ভাষায় অনুবাদ করা যাবে। | Der Guide erscheint unter einer Creative Commons Attribution license, sodass er unabhängig in eine vielzahl von Sprachen übersetzt werden darf. |
18 | আপনি যদি মনে করেন যে আপনার মাতৃভাষার সম্প্রদায়ের এটির দরকার আছে তবে আপনি নিজেই এটি অনুবাদ করতে পারেন বা আমাদেরকে অন্য কোন স্বেচ্ছাসেবক অনুবাদকের সন্ধান দিতে পারেন। | Wer glaubt, dass seine Sprachgemeinschaft den Guide gebrauchen könnte und bei der Übersetzung helfen möchte, kann gerne mit uns Kontakt aufnehmen. |
19 | গ্যালারী: সিটিজেন ল্যাবের টেকনিক্যাল রিসার্চ ডিরেক্টর নার্ট ভিল্লেনফ এর আন্তরিক সহায়তায় আমরা প্রকাশ করেছি ন্যাশনাল ব্লকপেজেস গ্যালারী, যা কোন দেশের ফিল্টার সিস্টেম এবং ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের দ্বারা ব্লক করা ব্লগপাতাগুলোর স্ক্রীনশটের একটি সংগ্রহশালা। | |
20 | আপনি যদি সেরকম কোন দেশে থাকেন যেখানে ওয়েব সাইট ব্লক করা হচ্ছে তাহলে ব্লক করা পেজগুলোর স্ক্রীনশট অনুগ্রহ করে advocacy[at]globalvoicesonline[dot]org এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। আপনারা কন্টাক্ট পেজ ব্যবহার করেও ইমেজগুলোর লিন্ক আমাদেরকে পাঠাতে পারেন। | The Gallery: Dank des Engagements von Nart Villeneuve, technischer Entwicklungdirektor von Citizen Lab, konnten wir die National Blockpages Gallery starten, eine Sammlung von Screenshoots von seiten, die durch nationale Filtersysteme oder ISPs blockiert werden. |
21 | উইকি: এটি ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী'র আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প যাতে সারাবিশ্বের অনলাইন সেন্সরশীপ সম্পর্কে তথ্য সংরক্ষন ও বিতরন করা হয়। এই উইকিকে আরও একটি উদ্দেশ্যে ব্যবহার করা হবে। | Wer in einem Land lebt, dass Websites sperrt, kann Screenshots dieser Seiten an advocacy[at]globalvoicesonline[dot]org senden, oder die Kontakt-Seite nutzen, um uns einen Link zu den Screenshot zu schicken. |
22 | এখানে ব্লগার, সাইবার একটিভিস্ট ও অনলাইন লেখকরা যেসব প্রযুক্তিগত, আইনগত এবং রাজনৈতিক চ্যালেন্জগুলো মোকাবেলা করে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। | The Wiki: Ein weiteres wichtiges Projekt von Global Voices Advocacy, um Informationen zu weltweiten Anti-Zensur-Maßnahmen zu sammeln. |
23 | একটি দেশের পাতা (আপনি এই টেম্পলেটটি ব্যবহার করতে পারেন আপনার দেশের পাতাটি তৈরি করতে) অথবা একজন অত্যাচারিত ব্লগারের (যেমন এটি) পাতা খুলে আপনি এইসব অন্যায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট কমিউনিটি কি সব পদক্ষেপ নিয়েছে তা বিশ্বের কাছে প্রচার করতে পারেন। | |
24 | এছাড়াও সেন্সরশিপ ও দমননীতির বিরুদ্ধে নেয়া পদক্ষেপগুলো, পরিকল্পনা ও কৌশলগুলো আপনারা অন্যান্য কমিউনিটির সাথে আলোচনা করতে পারেন ও পরামর্শ চাইতে পারেন। | Der Wiki wird Informationen zu den technischen, rechtlichen und politischen Schwierigkeiten zusammentragen, vor denen Blogger, Cyberaktivisten und Online-Autoren stehen. |
25 | এই ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী' উইকি একটি নিরাপদ, পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত অনলাইন ক্ষেত্র আপনাকে দেবে যেখানে সবাই বিভিন্ন কৌশল ও কার্যক্রম পরিকল্পনা ও সমন্বয় করতে পারবে অন্যান্য ব্লগারদের ও অ্যাকটিভিস্টদের সাথে। | Durch das erstellen einer Länderseite (Vorlage) oder eine Seite zu einem verfolgten Blogger (wie zum Beispiel diese) kann jeder dazu beitragen, dass Maßnahmen im eigenen Land weltweit wahrgenommen werden. |
26 | এগুলোএখন অনলাইনে বসেই সম্ভব। দ্যা আনফিল্টারড: এটি অ্যাকটিভিস্টদের ব্লগ ও ওয়েবসাইটের একটি আরএসএস এগ্রেগেটর । | Außerdem können Erfahrungen, Taktiken und Strategien ausgetauscht oder Fragen in der Gruppe besprochen werden. |
27 | এটি ব্লগোস্ফিয়ারে বাধামুক্ত অনলাইন ও বাক স্বাধীনতা নিয়ে কথোপকথনগুলো ট্র্যাক করে। আপনাদের কাছে এই সংক্রান্ত কোন সাইটের খবর থাকলে তার নিউজ ফিডের তথ্য আমাদের জানাবেন। | Der Global Voices Advocacy Wiki wird zusätzlich einen sicheren, passwortgeschützten Raum bieten, in dem Strategien vorbereitet und Aktionen zwischen Bloggern und Aktivisten koordiniert werden. |
28 | আমরা আমাদের চ্যানেলে তা যোগ করে দেব। অ্যাডভক্স: এটি ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী' ব্লগের একটি নিউজ লেটার। | The Unfiltered: The Unfiltered ist ein RSS Aggregator mit Feeds der Blogs und Seiten von Aktivisten. |
29 | আগ্রহী গ্রাহকদের কাছে অ্যাডভক্স বিনামূল্যে পৌছানো হয় ইমেইলের মাধ্যমে। | Er spürt Diskussionen zum Thema ‘Redefreiheit im Internet' auf . |
30 | বর্তমানে আমাদের গ্রাহক হিসেবে আছেন অ্যাকটিভিস্ট, টুল ডেভেলপার, বিশেষজ্ঞ, ব্লগার এবং যারা বাক স্বাধীনতা সম্পর্কে সচেতন তারা। | Für Vorschläge, welche Feeds aufgenommen werden sollten, wären wir dankbar. |
31 | এর গ্রাহক আপনিও হতে পারেন এখান থেকে এবং আপডেটগুলো নিয়মিত আপনার ডেস্কটপে পেতে পারেন। | Advox: Der Newsletter des Global Voices Advocacy Blogs. |
32 | ৪০৩ এক্সেস ডিনাইড চেকার: এই টুলটি (প্রথম সংস্করন) বেশ কটি ইউআরএল খুঁজে বলে দেয় আপনার দেশে কোন ওয়েবসাইটগুলো ব্যান হয়েছে। | Derzeit umfasst die Liste der Abonnenten Aktivisten, Softwareentwickler, Experten, Blogger und Menschen mit einem allgemeinen Interesse an Redefreiheit. |
33 | তিউনিশিয়ান ব্লগার এবং অ্যাকটিভিস্ট এসট্রুবাল উদ্ভাবিত এই ‘৪০৩ এক্সেস ডিনাইড চেকার' দিয়ে ওই ব্যান হওয়া ওয়েবসাইটগুলো দেখা যায় না তবে স্থানীয় ব্লগার বা অ্যাকটিভিস্টরা এর মাধ্যমে স্থানীয়ভাবে ওয়েবসাইটে বাধা সৃষ্টি করা হলে তা জানতে পারে। | 403 Access Denial Checker: Diese frühe Alpha-Version ist eine nützliche Software, die eine große Menge von URLs scannen kann, um festzustellen, welche im eigenen Land blockiert werden. Der ‘403 Access Denial Checker‘ wurde von dem tunesischen Blogger und Aktivisten Astrubal entwickelt. |
34 | এই সব উপাদান ছাড়াও আমরা উৎসুক একটি বিশ্বজোড়া এন্টিসেন্সরশীপ নেটওয়ার্ক স্থাপনের ভিত্তি স্থাপন করতে। | Er umgeht keine technische Sperre, sondern soll den Aktivisten eines Landes helfen, die lokalen Sperren zu finden. |
35 | এ লক্ষ্যে আমরা অনলাইন এন্টিসেন্সরশীপ এবং বাক স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহনকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সাথে সম্পর্ক স্থাপন ও উন্নয়ন করে চলেছি। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টর, দ্য ওপেন ইনিশিয়েটিভ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এনজিও-ইন-এ বক্স এবং দ্য ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন। | Zusätzlich zu diesen Angeboten, die hoffentlich ein solides Fundament für den Erfolg unseres Anti-Zensur-Netzwerkes sind, arbeiten wir mit einigen der wichtigsten Akteuren der Bewegung für Meinungsfreiheit zusammen, darunter Tor, OpenNet Initiative, Amnesty International, NGO-in-a-box und die Electronic Frontier Foundation. |
36 | ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী' সম্পর্কে এই সংবাদ কনিকাটি পড়ার জন্যে আপনাদের ধন্যবাদ। | Danke, dass du diese kurze Zusammenfassung der Aktivitäten von Global Voices Advocacy gelesen hast. |
37 | অতিসত্বর আমরা আরও কিছু চমক আপনাদের উপস্থাপন করব। আপনারা আমাদের সাথেই থাকুন। | Bald finden sich hier weitere Nachrichten und ein paar Überraschungen, an denen wir gerade arbeiten. |
38 | এই বাটনটি অনুগ্রহ করে আপনার ব্লগে যোগ করে আমাদেরকে সমর্থন করুন | Bitte unterstütze uns, indem du unseren Button in deinem Blog einbindest! |
39 | এর জন্যে এইচ টি এম এল কোডটি আপনারা এখানে পাবেন। | Der HTML-Code kann einfach von hier übernommen werden. |
40 | -সামি বেন ঘার্বিয়া | Geschrieben von Sami Ben Gharbia. |