Sentence alignment for gv-ben-20140720-44213.xml (html) - gv-deu-20140720-23397.xml (html)

#bendeu
1ফিলিস্তিনের স্বপক্ষে বিশ্বঃ প্রতিটি মহাদেশে অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভDie Welt solidarisiert sich mit Palästina: Proteste auf jedem Kontinent
2সম্প্রতি যখন থেকে গাজায় ইজরায়েল হামলা চালানো শুরু করেছে, সেদিন থেকে ফিলিস্তিনের সমর্থনে বিশ্বের অজস্র শহরে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে এবং চলমান এই হামলা বন্ধের দাবী জানানো হচ্ছে।Seit den jüngsten israelischen Offensiven gegen Gaza gibt es in zahlreichen Städten rund um die Welt Proteste zur Unterstützung Palästinas, um ein Ende der fortdauernden Angriffe zu fordern.
3ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রদর্শনের প্রয়োজনীয়তাকে স্বীকৃতি প্রদানের জন্য এই সমস্ত বিক্ষোভ নথিভুক্ত করার লক্ষ্যে একটি টাম্বলার একাউন্ট তৈরী করা হয়েছে।Um diese Solidarität für alle sichtbar zu machen, wurde ein englischsprachiger Tumblr eingerichtet, auf dem die Proteste dokumentiert werden.
4ছদ্মনামের এই একাউন্ট থেকে বিবৃতি প্রদান করা হয়েছে যে এটি তৈরীর উদ্দেশ্য হচ্ছে ইজরায়েল-এর এই চলমান হামলা এবং সামগ্রিক শাস্তি প্রদানের ঘটনায় ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রর্দশনের “ছবি, ভিডিও এবং সংবাদ সংগ্রহ”।Der anonyme Nutzer, der das Konto eingerichtet hat, erklärt, sein Ziel sei es, “Bilder, Videos und Berichte von Demonstrationen zur Solidarität mit Palästina während der fortdauernden Angriffe Israels und der kollektiven Bestrafung [der Bewohner des Gazastreifens]” zu sammeln.
5সারা বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিক্ষোভের মধ্যে থেকে সামান্য কয়েকটি ছবি নীচে তুলে ধরা হল।Dies sind Bilder von nur einigen Demonstrationen, die in Ländern in aller Welt stattgefunden haben.
6“ব্রাজিলে বিশ্বকাপ বিরোধী বিক্ষোভ, গাজার জন্য বিক্ষোভে পরিণত হয়েছে-জুলাই ১২, ২০১৪।”“Proteste zur Weltmeisterschaft in Brasilien wurden zu Gaza-Protesten. ” - 12. Juli 2014.
7কাবুল, আফগানিস্তান-জুলাই ১৩, ২০১৪।Kabul, Afghanistan - 13. Juli 2014.
8হায়দ্রাবাদ, ভারত-জুলাই ১৩, ২০১৪।Hyderabad, Indien - 13. Juli 2014.
9হেলসিঙ্কি, ফিনল্যান্ড-জুলাই ১২, ২০১৪।Helsinki, Finnland - 12. Juli 2014.
10ইস্তাম্বুল, তুরস্ক-জুলাই ১২, ২০১৪।Istanbul, ürkei - 12. Juli 2014.
11সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র )-জুলাই ১২, ২০১৪।San Francisco, USA - 12. Juli 2014.
12সিউল, দক্ষিণ কোরিয়া-জুলাই১২, ২০১৪।Seoul, Südkorea - 12. Juli 2014.
13দি হেগ, নেদারল্যান্ডস-জুলাই ১২, ২০১৪।Den Hague, Niederlande - 12. Juli 2014.
14জাপান-জুলাই ১২, ২০১৪।Japan - 12. Juli 2014.
15“দক্ষিণ আফ্রিকার নাগরিকরা দখলদারিত্বের মাঝে যন্ত্রণা ভোগ করা ফিলিস্তিনি নাগরিকদের সমর্থনে আজকে এক শোভাযাত্রা বের করেছে।“Heute demonstrieren Menschen aus Südafrika zur Unterstützung der Palästinenser, die unter der Besetzung leiden.
16নেলসন ম্যান্ডেলা একবার বলেছিলেন “ আমরা খুব ভালো ভাবে জানি যে ফিলিস্তিনি নাগরিকদের স্বাধীনতা ছাড়া আমাদের স্বাধীনতা অসম্পূর্ণ”।Nelson Mandelo sagte “Wir wissen zu gut, dass unsere Freiheit unvollständig ist ohne die Freiheit der Palästinenser.”
17কাজে আজ আমরা কণ্ঠস্বরহীন নাগরিকদের কণ্ঠস্বর প্রদানে উঠে দাঁড়িয়েছি-জুলাই ১৩, ২০১৪।Daher stehen wir heute auf, um die Stimme der Stimmlosen zu sein.
18ইন্দোনেশিয়া-জুলাই ১২, ২০১৪।” - 13. Juli 2014.
19“শুক্রবার, ১১ জুলাই ২০১৪-এ মন্ট্রিলে অনুষ্ঠিত গাজার প্রতি একাত্মতা বিক্ষোভ-এ বিক্ষোভকারীরা বিশ্বের সবচেয়ে লম্বা ফিলিস্তিনি পতাকা হাতে ধরে রাখে।”Indonesien - 12. Juli 2014. “Demonstranten in Montreal halten die längste palästinensische Flagge der Welt hoch, um ihre Solidarität mit Gaza am 11. Juli 2014 zu demonstrieren.”
20মালদ্বীপ-জুলাই ১২, ২০১৪।Malediven - 12. Juli 2014.
21তিউনিস, তিউনিসিয়া-জুলাই ১৩, ২০১৪।Tunis, Tunisien - 13. Juli 2014.
22ভ্যালপারাইজো, চিলি-জুলাই ১২.Valparaiso, Chile - 12. Juli 2014.
23২০১৪। বার্লিন, জার্মানি-জুলাই ১২, ২০১৪।Berlin, Deutschland - 12. Juli 2014.
24ক্যানবেরা, অস্ট্রেলিয়া-জুলাই ১৮, ২০১৪।Essen, Deutschland - 18. Juli 2014.
25“১২ জুলাই তারিখে গাজার প্রতি একাত্মতা প্রদর্শন করে ক্রাকাও (পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর)-এর একদল নাগরিক এক নীরব প্রতিবাদের আয়োজন করে।Canberra, Australien - 18. Juli 2014. “Am 12. Juli organisierte eine Gruppe einen Schweigeprotest in Krakau, in Solidarität mit Gaza.
26বিক্ষোভকারীরা ‘প্রটেকটিভ এজ' নামের ওই হামলায় নিহত সকল শহীদ শিশুর নাম ছাপিয়েছে”।Demonstranten hatten die Namen aller Kinder aufgeschrieben, die während der Operation “Schutzrand” in Gaza getötet worden waren.”