Sentence alignment for gv-ben-20141129-45667.xml (html) - gv-deu-20141124-25539.xml (html)

#bendeu
1“সমকামী তরুণ-তরুণীরা সাহসী হয়” এ মতবাদ প্রচারের জন্য সমকামী সাপোর্ট গ্রুপের ওপর রাশিয়ান সরকারের নিষেধাজ্ঞাRussische Regierung sanktioniert LGBT-Supportgruppe für die Andeutung, homosexuelle Jugendliche seien mutig
2রসকমনাডজর শিশু-৪০৪ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে এই প্রেক্ষিতে যে, সেখানে সমকামিদের ভাল মানুষ বলা হয়েছে।Roscomnadzor sanktioniert Children-404 wegen der Aussage, dass Homosexuelle gute Menschen sein können.
3ছবিটি সম্পাদনা করেছেন কেভিন রথরক।Bildbearbeitung von Kevin Rothrock.
4রাশিয়াভিত্তিক”শিশু-৪০৪,” যুক্তরাষ্ট্রের “ইট গেটস বেটার” প্রচারাভিযানের মতই সমকামী কিশোরদের জন্য একটি অনলাইন সাপোর্ট নেটওয়ার্ক যার প্রতিষ্ঠাতা এখন অবৈধভাবে সমকামী প্রচারণার দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন।Die Gründerin von “Children-404“, einem Onlineprojekt für russische LGBT-Jugendliche, das der US-amerikanischen “It Gets Better”-Kampagne ähnelt, wurde nun offiziell wegen “homosexueller Propaganda” angeklagt.
5লিনা ক্লিমভা প্রথম এ অভিযোগ সম্পর্কে জানতে পারেন গত সপ্তাহে, যখন তদন্তকারীরা তার বাড়ি পরিদর্শন করে এবং ফেডারেল পুলিশ ভবনে তাকে তলব করা হয়।Lena Klimova sprach letzte Woche erstmals über die Anklage, nachdem Beamte ihre Wohnung durchsuchten und sie daraufhin eine offizielle Vorladung auf ein Polizeirevier erhielt.
6ক্লিমভাকে আজ নভেম্বর ১৮ তারিখে, মস্কোতে উপস্থিত হবার জন্য বলা হয়েছিল, কিন্তু সে মস্কো থেকে ১১০০ মেইল দূরে, নিযনি তাগিলে থাকার কারণে উপস্থিত হতে পারেনি।Klimova wurde aufgefordert, am 18. November in Moskau vorstellig zu werden. Dieser Aufforderung konnte sie jedoch nicht nachkommen, da sie mehr als 1700 Kilometer entfernt in Nischni Tagil lebt.
7শুনানিটি ক্লিমভার বাড়ির কাছে নেবার অনুরোধ পুলিশ প্রত্যাখ্যান করেছে।Die Bitte, die Verhandlung näher an ihrem Wohnort stattfinden zu lassen, lehnte die Polizei ab.
8ক্লিমভা লাইভজার্নাল টুডেতে এর কিছু অংশলিখেছেন -যা তার মতে, রাষ্ট্রীয় অভিযোগের কিছু অতুলনীয় অংশ।Auf Livejournal veröffentlichte Klimova heute einige Auszüge aus den laut ihr “schmackhaftesten Teilen” der von der Regierung gegen Children-404 erhobenen Anklagepunkte.
9নিম্নলিখিত ভাষা ক্লিমভা'র সম্প্রদায়ের বিরুদ্ধে রাষ্ট্রীয় অভিযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে:Die folgenden Auszüge stammen aus der durch den Staat erhobenen Klage gegen Klimova:
10শিশু-৪০৪ এ দেখানো বিষয়সমূহ শিশুদের মনে এই ধারনা দিতে পারে যে সমকামী হবার অর্থ একজন সাহসী, সমর্থ, আত্মবিশ্বাসী, ধৈর্যশীল এবং আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হওয়া।Die von [Children-404] veröffentlichten Materialien können Kindern den Eindruck vermitteln, dass homosexuelle Menschen über Mut, Stärke, Selbstsicherheit, Hartnäckigkeit und Würde verfügen.
11শিশু-৪০৪ তে করা মন্তব্যসমূহ উন্মুক্তভাবে সেসকল মায়েদের প্রতি নেতিবাচক মনভাব গরে তুলছে যারা তাদের সমকামী বাচ্চাদের তাদের সমকামিতার নিন্দা জানায়।Die Kommentare von [Children-404] sind unverhohlen herabwürdigend gegenüber Müttern, die die Homosexualität ihrer Kinder verurteilen.
12এই সম্প্রদায়ে এই বিষয়ে কোন তথ্য নেই যে, এধরনের যৌন অভিব্যক্তি রাশিয়ান ফেডারেশনের নিয়ম, রীতিনীতি, এবং অনুশীলনের সম্পূর্ণ বাইরে।Die Materialien enthalten nahezu keine Informationen darüber, dass diese [sexuelle] Orientierung laut den Normen, Sitten und Regeln der Russischen Föderation als nicht traditionell angesehen wird.
13এই অভিযোগসমূহ গতকাল প্রকাশিত ফেসবুক মন্তব্যের ওপর ভিত্তি করে রাশিয়ান কেন্দ্রীয় সেন্সর করা হয়েছে, যারা শিশু-৪০৪ এর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন যে শিশু-৪০৪ সংখ্যালঘু সমকামী সম্প্রদায়কে অপেশাদার” মানসিক সমর্থন প্রদানের মাধ্যমে বিপদ ডেকে আনছে।Diese Anklagepunkte basieren auf Kommentaren, die gestern von russischen föderalen Zensoren auf Facebook veröffentlicht wurden. Sie beschuldigten Children-404, LGBT-Minderjährige zu gefährden, indem sie “laienhafte” psychologische Unterstützung anbieten.
14রাশিয়ান সরকার মনে হয় এলজিবিটি তরুণদের বলছে যে তারা একে অপরেরে জন্য হুমকি- এধরনের তরুণদের ডাক্তারি সহায়তার প্রয়োজন, ডাক্তাররা তাদেরকে শান্তভাবে ব্যাখ্যা করবে সমকামী হওয়ার মানে ভাল কিছু ছাড়া বাকি সবই।Die russische Regierung scheint LGBT-Jugendlichen zu vermitteln, sie seien eine Bedrohung füreinander. Dass sie die Hilfe von medizinischem Fachpersonal benötigen, das ihnen ruhig erklärt, dass sich Homosexualität und Mut, Stärke und alle erdenklichen anderen positiven Eigenschaften gegenseitig ausschließen.
15আপনি যদি তরুণ এবং সমকামী হয়ে থাকেন, আপনি আপনার মত অন্যদের কাছ থেকে দূরে থাকবেন।Wenn du jung und zudem homosexuell bist, solltest du dich von Menschen deinesgleichen fernhalten.
16আপনার যদি কিছু করতে হয় তবে আপনি ডাক্তারের কাছে যান এবং সঠিক পরিচর্যা গ্রহণ করুন, মর্যাদা ও আত্মসম্মান জাতীয় বিভ্রমের আওতায় পড়ার আগেই।Ist es notwendig, so sollen sich Jugendliche an einen Arzt wenden und angemessene Betreuung in Anspruch nehmen, bevor sie dem Anschein erliegen, sie könnten so etwas wie Würde oder Selbstachtung besitzen.
17জনসেবামূলক ঘোষণা হিসেবে “ইট গেটস বেটার” এঅর্থে তা কেমন বলুন তো?Ist das nicht eine Aussage, die dem “It Gets Better”-Prinzip würdig ist?