# | ben | deu |
---|
1 | দক্ষিণ-পশ্চিম মেক্সিকোতে পাওয়া মৃতদেহ নিখোঁজ আয়তজিনাপা শিক্ষার্থীদের নয় | Die Leichen, die in Südwest Mexiko gefunden wurden, stammen nicht von den vermissten Ayotzinapa-Studenten |
2 | কলম্বিয়ার বোগটাতে অবস্থিত মেক্সিকান দূতাবাসের সামনে ৭ নভেম্বর তারিখে নিখোঁজ মেক্সিকান শিক্ষার্থীদের প্রতিকৃতিতে কার্নেশন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি। | 7. November, eine Portrait-Installation der vermissten Studenten vor der mexikanischen Botschaft in Bogota, Kolumbien. Nelken dienen als Symbol der tiefen Trauer. |
3 | ছবি সূত্র এজেন্সিয়া প্রেনসা রুরাল এর ফ্লিকর একাউন্ট। | Foto von Agencia Prensa Rural's Flickr Konto. |
4 | এ মামলা নিয়ে কাজ করা আর্জেন্টাইন ফরেনসিক বিশেষজ্ঞ ঘোষণা দিয়েছেন যে মেক্সিকোর গুয়েরেরো রাজ্যে সেরো ভিয়েজো, লা পারোটা এবং কোকুলা এলাকার বিভিন্ন আবর্জনার স্তূপে খুঁজে পাওয়া দেহাবশেষগুলো আয়তজিনাপার রাউল ইসিদ্রো বুরজোস রুরাল টিচারস কলেজের নিখোঁজ হওয়া ৪৩ জন শিক্ষার্থীদের কারও নয়। | CC BY-NC-ND 2.0 Argentinische Forensik-Experten gaben bekannt, dass die sterblichen Überreste, die in Müllhalden von Cerro Viejo, La Parota und Cocula im mexikanischen Bundesstaat von Guerrero gefunden worden waren, nicht von den 43 vermissten Studenten des Raúl Isidro Burgos Rural Lehrinstituts von Ayotzinapa stammen. |
5 | সংবাদ প্রচার মাধ্যম টেলিসুর মেক্সিকো এ বিষয়ে একটি বিশেষ রিপোর্ট সম্প্রচার করেছেঃ | Der Nachrichtensender TeleSur brachte eine Sonderreportage darüber in den Nachrichten: |
6 | ভিডিওঃ আর্জেন্টাইন ফরেনসিক বিশেষজ্ঞঃ খুঁজে পাওয়া দেহাবশেষগুলো আয়তজিনাপার শিক্ষার্থীদের নয়। #আয়তজিনাপাসোমোসটোডোস | Video: Die gefundenen sterblichen Überreste sind nicht von den Ayotzinapa-Studenten: Argentinische Forensikexperten http://tlsur.net/1xhkKpi #AyotzinapaSomosTodos |
7 | এ ঘটনার শিকার পরিবারগুলোর অনুরোধে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে আর্জেন্টাইন ফরেনসিক নৃতত্ত্ববিদদের একটি দল (স্প্যানীশ ভাষায় ইএএএফ) মেক্সিকোর দক্ষিণে ইগুয়ালা এবং কোকুলা পৌরসভায় অবস্থিত অবৈধ গণকবরগুলো নিয়ে তদন্ত করছেন। | Seit den ersten Oktoberwochen ermittelt, auf Verlangen der Familien der Opfer, das Argentine Forensic Anthropology Team (Abkürzung auf Spanisch: EAAF) im Fall der illegalen Massengräber, die sich in den Stadtbezirken von Iguala und Colula im Süden Mexikos befinden. |
8 | ইগুয়ালার পুলিশ বাহিনী এবং গুয়েরেরোস ইউনিডোস সন্ত্রাসী দলের মাঝে সহিংসতায় গত ২৬ সেপ্টেম্বর তারিখে সেখানে ৬ জন নিহত, ২৫ জন আহত হয়েছেন এবং ৪৩ জন এখনও নিখোঁজ রয়েছেন। | Dort wurden am 26. September während eines Übergriffs, angeführt von Igualas Polizei und der kriminellen Vereinigung Guerreros Unidos, sechs Menschen getötet, 25 verletzt und 43 Studenten verschwanden dabei spurlos. |
9 | ইএএএফ তাদের তদন্তের ফলাফল ঘোষণা করতে একটি সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেছেনঃ | Die EAAF betonte in einer Pressemitteilung, beim Bekanntmachen ihrer Ergebnisse: |
10 | এখানে উল্লেখ করা অত্যন্ত জরুরি যে সর্বমোট খুঁজে পাওয়া মৃতদেহের সংখ্যার মধ্যে প্রাথমিকভাবে ২৮ টি মৃতদেহ গুয়েরেরোর পিজিজে (জেলা এটর্নির দপ্তর) দপ্তরের খুঁজে বের করা পাঁচটি কবর থেকে এবং বাকি দুইটি মৃতদেহ পিজিআর দপ্তরের (এটর্নি জেনারেলের দপ্তর) খুঁজে বের করা ষষ্ঠ কবর থেকে পাওয়া গেছে। | Es ist uns enorm wichtig zu erwähnen, dass von der Gesamtanzahl der menschlichen Überreste, die an diesem Ort gefunden wurden, bereits zu Beginn 28 aus fünf Gräbern von Guerrero's PGJ (Bezirkstaatsanwalt) geborgen wurden. Die restlichen zwei vom sechsten Grab durch den PGR (Generalstaatsanwalt). |
11 | মেক্সিকোর এটর্নি জেনারেল জেসাস মুরিলো কারামের মতে, শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। তাদের মৃতদেহগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। | Nach Angaben des Generalstaatsanwalts Jesús Murillo Karam, wurden die Studenten getötet, ihre Leichen verbrannt und ihre Asche in den Fluß San Juan geworfen, nahe der Müllhalde von Colula. |
12 | আর পুড়িয়ে ফেলার পর ছাইগুলো কোকুলা শহরের আবর্জনার স্তূপের খুব কাছে সান জুয়ান নদীতে ফেলে দেয়া হয়েছে। | Da diese Aussagen aber größtenteils auf Geständnissen beruhen und ohne geringste Gewissheit publiziert wurden, entstand unter den Familienangehörigen und der mexikanischen Bevölkerung, Zweifel, Wut und Empörung. |
13 | নিখোঁজ হওয়ার দিনে আয়তজিনাপার শিক্ষার্থীরা তাদের বিভিন্ন কার্যক্রমের জন্য তহবিল গঠন করতে অর্থ সংগ্রহ করতে যাচ্ছিল। | Am Tag ihres Verschwindens wollten die Ayutzinapa-Studenten für ihre Einsätze Spenden sammeln. |
14 | স্প্যানিশ জার্নাল এল পাইসের মতে, তহবিলের জন্য অর্থ সংগ্রহ করতে কেন্দ্রীয় মহাসড়কগুলোতে, কিছু কিছু দোকানে ঢুকে, এমনকি একটি প্রধান সড়কের কোনাকুনি পথ ধরে হেঁটে তারা অর্থ সাহায্য চেয়েছে। | Gemäß der Zeitung El País hätte das bedeutet, dass die Studenten auf zentralen Straßen um Spenden gebeten hätten, dabei eventuell einen Laden betraten oder vielleicht sogar die Hauptstraße überquerten. |
15 | গত বছরের জুন মাসে গ্রামীণ নেতা আরতুরো কারদোনাকে অত্যাচার এবং হত্যার জন্য শিক্ষার্থীরা ইগুয়ালার মেয়র জোসে লুইস আবারকা ভেলাজকুয়েজকে দোষী সাব্যস্ত করে এবং তারা নগর কাউন্সিল বিল্ডিং আক্রমণ করে। | Im Juni letzten Jahres, überfielen die Studenten das Gebäude des Stadtparlaments. Sie beschuldigten Igualas Bürgermeister, José Luis Abarca Velázquez, den Bauernanführer Arturo Hernández Cardona gefoltert und getötet zu haben. |
16 | শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংস আচরনের আদেশ দেয়ার অপরাধে কর্তৃপক্ষ আবারকা এবং তাঁর স্ত্রী মারিয়া ডি লো এঞ্জেলেস পিনেদাকে চিহ্নিত করে এবং ৪ নভেম্বর তারিখে তাদের গ্রেপ্তার করা হয়। | Am 4. November wurden Abarca und seine Ehefrau, María de los Ángeles Pineda, verhaftet. |
17 | এত কিছুর পরেও শিক্ষার্থীরা নিখোঁজ রয়েছে। টেটোস্কি তেমনটাই টুইট করেছেনঃ | Sie wurden von den Behörden als diejenigen identifiziert, die die Gewalt gegen die Studenten angeordnet hatten. |
18 | los forenses argentinos dicen que los restos en basural no son de los estudiantes de #ayotzinapa…… dónde están los #43? | Unterdessen gelten die Studenten weiterhin als vermisst. |
19 | #SOSMexico - Tatosky (@TatodelTw) November 11, 2014 | Ein Tweet von Tatosky: |
20 | আর্জেন্টাইন ফরেনসিক বিশেষজ্ঞ বলছেন, আবর্জনার স্তূপে খুঁজে পাওয়া দেহাবশেষগুলো #আয়তজিনাপা শিক্ষার্থীদের নয়… তবে সেই #৪৩ জন কোথায় আছেন? | Argentinische Forensikexperten behaupten, dass die sterblichen Überreste von der Müllkippe, nicht von den #Ayotzinapa-Studenten stammen…Wo sind die #43?? |
21 | তবে এতে নতুন করে বেশ কিছু প্রশ্ন উঠেছে। | Und auch andere Fragen kamen auf. |
22 | মেক্সিকো সিটি থেকে টেপিটো আরটে আকা নামক একটি থিয়েটার কোম্পানি টুইটারে প্রশ্ন করেছেঃ | Auf Twitter fragte das Theaterunternehmen Tepito Arte Acá aus Mexico Stadt folgendes: |
23 | ফরেনসিক দলটি উল্লেখ করেছে, গন কবরে খুঁজে পাওয়া দেহাবশেষগুলো শিক্ষার্থীদের নয়… তবে মৃতদেহগুলো কাদের? | Das forensische Team betont, dass die sterblichen Überreste in den Massengräbern nicht von den Studenten sind… Wer sind sie? |
24 | গন কবরগুলো খুঁজে পাওয়ায় মেক্সিকান জনগণের মনের ব্যথা কেবল বেড়েছেইঃ | Der Fund dieser Massengräber hat den Schmerz unter der mexikanischen Bevölkerung nur noch verstärkt: |
25 | একটি ফরেনসিক কাজের জন্য আমার গুয়েরেরোর মাটি খনন করা হচ্ছে। | Die Erdausgrabungen in meinem Guerrero sind eine gerichtsmedizinische Handlung. |
26 | এই পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। আয়তজিনাপা বিশ্ববিদ্যালয়টি যেখানে অবস্থিত, সেই টিক্সটলাতে আমি বসবাস করি। | Diese Situation ist sehr schmerzhaft, ich wohne in Tixtla, wo sich die Ayotzinapa Universität befindet. |
27 | ইএএএফ তাদের বিবৃতিতে ব্যাখ্যা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বোড টেকনোলজি গ্রুপ এই দেহাবশেষগুলোর জীনগত পরীক্ষা সম্পন্ন করেছে। | Die EAAF erklärte, dass die Bode Technology Group aus den USA die genetischen Tests an den sterblichen Überresten durchführte. |
28 | মেক্সিকান জেনারেল এটর্নির দপ্তর থেকে গভীর সরু উপত্যকা এবং কোকুলা নদীতে আবিষ্কৃত একটি গন কবর থেকে খুঁজে পাওয়া মৃতদেহের ভিন্ন আরেকটি সেট অস্ট্রিয়ার ইনসব্রাক বিশ্ববিদ্যালয়ে সনাক্তকরণের জন্য পাঠানো হবে। | Die mexikanische Bundesanwaltschaft wird eine weitere Reihe von sterblichen Überresten an die Universität Innsbruck schicken. Diese stammen aus einem Massengrab, das in einer Schlucht und dem Fluss Coculagefunden wurde. |
29 | মেক্সিকোর হারিয়ে #আয়তজিনাপা শিক্ষার্থীদের ফিরিয়ে আনুনঃ হ্যাশট্যাগটিতে আমাদের বিস্তারিত কভারেজ দেখুন। | Für eine detaillierte Reportage [auf Englisch] zu diesem Thema: Bring Back Mexico's Missing #Ayotzinapa Students |