Sentence alignment for gv-ben-20150718-49831.xml (html) - gv-deu-20150717-30984.xml (html)

#bendeu
1গ্রাম থেকে উঠে আসা এক মেয়ের বিশ্ব আল্ট্রাম্যারাথন জয়: নেপালের মীরা রাইয়ের অনুপ্রেরণামূলক এক গল্প
2নেপালের ট্রেইল রানার মীরা রাই। ছবি নেয়া হয়েছে ফ্লিকার ব্যবহারকারী আরপিবি১০০১-এর অ্যাকাউন্ট থেকে।Vom Mädchen vom Land zur weltbesten Ultramarathonläuferin: Die inspirierende Geschichte von Mira Rai aus Nepal
3সিসি বিওয়াই-এনসি-এনডি ২.Mira Rai, Trailrunnerin aus Nepal.
4০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।Foto von Flickr User rpb1001.
5পৃথিবীতে যতোগুলো কষ্টসাধ্য খেলা আছে, তার মধ্যে অন্যতম হলো ট্রেইল রানার (পাহাড়ী পথে দৌড়)।
6সবাই এটা পারে না।CC BY-NC-ND 2.0
7তবে নেপালের মীরা রাইয়ের কাছে এটা খুব সহজ-স্বাভাবিক একটি খেলা।Geländelauf, eine der schwierigsten Ausdauersportarten, ist nicht jedermanns Sache.
8সম্প্রতি তিনি ৮০ কিলোমিটারের মন্ট ব্ল্যাক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।
9এটি ফ্রান্সের সবচে' কঠিন প্রতিযোগিতা হিসেবে পরিচিত।Für Mira Rai aus Nepal ist es jedoch etwas ganz Natürliches.
10পুরোটা রাস্তা দৌড়াতে তার সময় লেগেছে ১২ ঘণ্টা ৩২ মিনিট। নেপালের সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টারাই মীরাকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছেন:Vor Kurzem gewann sie den Mont-Blanc-Lauf über 80 Kilometer, welcher als einer der technisch anspruchsvollsten und schwierigsten Wettläufe in Frankreich gilt, mit einer Laufzeit von 12 Stunden und 32 Minuten.
11আন্তর্জাতিক ম্যারাথনে বিজয়ী হওয়ায় মীরা রাইকে অভিনন্দন।Der ehemalige Premierminister Baburam Bhattarai gratulierte Mira auf Twitter:
12সামরিক বাহিনীতে অযোগ্য হিসেবে বিবেচিত, সাবেক…Glückwünsche an Mira Rai zum 1. Platz in einem internationalen Marathon.
13বয়:সন্ধিকালে তিনি মাওবাদী গেরিলা দলে যোগ দিয়েছিলেন।Bei der Armeeintegration disqualifiziert, (…) die ehemalige…
14কিন্তু গেরিলাদের যখন সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি করা হয়, তখন তিনি অযোগ্য হিসেবে বাদ পড়ে যান।Nachdem sie sich als Teenager der maoistischen Rebellenarmee angeschlossen hatte, wurde sie während des Integrationsprozesses der Armee ausgemustert.
15ট্রেইল রানার হিসেবে মীরা রাইয়ের খেলোয়াড়ি জীবন খুব বেশি দিনের নয়। মাত্র বছর দেড়েক আগের।Obwohl sie erst vor einem Jahr und ein paar Monaten mit dem Geländelauf begonnen hat, ist sie bereits dabei, eine der besten Athletinnen überhaupt in der Sportart zu werden.
16এর মধ্যেই তিনি খ্যাতিমান ট্রেইল রানার হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন।Ihre Sportlerkarriere begann im März 2014 in Kathmandu beim Himalayan Outdoor Festival, einem Rennen über 50 Kilometer, welches sie ohne großartige Vorbereitung gewann.
17তার খেলোয়াড়ি জীবন শুরু হয়েছে ২০১৪ সালের মার্চ মাসে কাঠমান্ডুতে অনুষ্ঠিত হিমালয়ান আউটডোর ফেস্টিভ্যালের ৫০ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে দিয়ে।
18কিন্তু তেমন একটা প্রস্তুতি ছাড়াই তিনি প্রতিযোগিতায় বিজয়ী হন।Anschließend belegte sie im folgenden April beim Mustang Trail Lauf ebenfalls den 1. Platz.
19আর এর পরের মাসেই মাস্টটাং ট্রেইল রেসে অংশ নিতে যান। নেপালের বাইরেও বিজয়ধারা অব্যাহত রেখেছেন।Außerhalb Nepals begann ihre Siegesserie mit dem Sellaronda Gelände Lauf (57 Kilometer) und dem Geländelauf Degli Eroi (83 Kilometer) in Italien im September 2014.
20তিনি ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ইতালিতে অনুষ্ঠিত সেল্লারন্ডা ট্রেইল রেস (৫৭ কিলোমিটার) এবং ট্রেইল ডেগলি ইরয় (৮৩ কিলোমিটার) প্রতিযোগিতায় বিজয়ী হন।
21অক্টোবর মাসে হংকং-এ অনুষ্ঠিত ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন মাউন্টেইন রেসে বিজয়ী হন।Im Oktober gewann sie das 50 Kilometer Ultra Marathon Bergrennen in Hong Kong.
22এরপরে তাকে আর পিছনে তাকাতে হয়নি।Seither gibt es für sie kein Zurück mehr.
23হংকংয়ের চিত্রগ্রাহক এবং সিনেমা নির্মাতা লয়েড বেলচার টুইট করেছেন:Lloyd Belcher, ein Fotograf und Filmemacher aus Hong Kong, twitterte Folgendes:
24বিজয়ী হওয়ার পর নেপালের ট্রেইল রানার মীরা রাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন।
25তিনি হংকংয়ের ৫০ কিলোমিটার রেসে বিজয়ী হয়েছেন। নেপালের পূর্বাঞ্চলের শহর বোজপুরের ছোট্ট একটি গ্রামে মীরার বাড়ি।Mira Rai @TrailRunNepal stellt sich den wartenden Kameras nach ihrem Sieg im @Skyrunning_com HK 50k Rennen ©lloydbelchervisuals pic.twitter.com/qGYQ6hlY7a
26সেখান থেকেই তিনি উঠে এসেছেন।Mira stammt aus einem kleinen Dorf im Bhojpur Distrikt im Osten Nepals.
27তবে সাফল্যের পিছনে তিনি ছোটবেলার কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেছেন।Ihren Erfolg führt sie auf die schwierigen Bedingungen zurück, unter denen sie aufwuchs.
28একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন:In einem der Interviews sagte sie:
29ছোটবেলায় আমি ঘরের টুকিটাকি কাজ করতে মোটেও আগ্রহী ছিলাম না। তাই আম্মা আমাকে নদী থেকে পানি আনার কাজ দিতো।Als junges Mädchen war ich nicht sehr interessiert daran, die Hausarbeit zu erledigen, weshalb mir meine Mutter körperlich anstrengende Aufgaben zuwies, wie Wasser vom Fluss zu holen, was zwei Stunden Fußmarsch bergab und drei Stunden zurück nach Hause bedeutet.
30নদীতে যেতে দুই ঘণ্টা আর আসতে তিন ঘণ্টা সময় লাগতো। তাছাড়া আমি প্রায়ই বস্তায় করে চাল নিয়ে বাজারে যেতাম।Oft schleppte ich einen Sack Reis auf den Markt, um ihn zu verkaufen und das Geld heimzubringen.
31সেগুলো বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরতাম।Ich wuchs mit dem Laufen auf.
32এভাবে পাহাড়ি পথে দৌড়াদৌড়ি করতে করতেই আমার বেড়ে ওঠা।Sie trainiert hart, wodurch sie fit und stark bleibt.
33তিনি কঠোর অনুশীলণ করেন যা তাকে ফিট ও শক্তিশালী রাখে।
34তার রোজকার রুটিন হলো, খুব সকালে ঘুম থেকে ওঠা, সকালে এবং বিকেলে ১০-১২ কিলোমিটার করে দৌড়ানো।Ihre tägliche Routine beinhaltet frühes Aufstehen, 10-12 Kilometer Lauftraining am Morgen und 10-12 Kilometer am Abend.
35তাছাড়া তিনি পাহাড়ে ওঠা এবং সাইকেল চালিয়ে থাকেন।Außerdem klettert sie und fährt Rad.
36মীরা রাই এখন ট্রেইল রানিংয়ের খুব পরিচিত নাম।
37তিনি আল্ট্রা ম্যারাথনিয়ারদের কাছে এক অনুপ্রেরণার নামও।Mira, die nun eine feste Größe im Trailrunning ist, ist eine Inspiration für aufstrebende Ultramarathonläufer.
38তবে আমাদের ভুলে গেলে চলবে না, লাখ লাখ নেপালি ছেলেমেয়ে পাহাড়ের বিপদজনক পথে প্রতিদিনই মালপত্র নিয়ে ওঠানামা করে। হয়তো এদের মধ্যেই আরো মীরা রাই লুকিয়ে আছে।Und - nicht zu vergessen - für Millionen Jungen und Mädchen daheim in Nepal, für die das hinauf- und herabsteigen auf schwierigen Pfaden im Gebirge mit Lasten auf dem Rücken ganz normal ist.
39তাদের প্রতি মীরা রাইয়ের মূল্যবান পরামর্শ হলো:Für sie hat Mira Rai einen wertvollen Rat:
40সুযোগ হলো নদীতে ভেসে যাওয়া পাতার মতো। আপনি যদি সেটিকে দ্রুত ধরে না ফেলেন, তাহলে সেটা চিরতরেই চলে যাবে।“Eine Chance ist wie ein Blatt auf einem Fluss, wenn man sie nicht schnell genug ergreift, ist sie für immer verschwunden!” - #MiraRai#YoungBodyOldSoul