# | ben | deu |
---|
1 | উইকিলিকসে ফাঁস হওয়া সৌদি নথিপত্রে ইরান বার বার উঠে এসেছে | Die neuesten WikiLeaks aus Saudi-Arabien: Iran steht im Zentrum der Diskussion |
2 | ইরান এবং সৌদি আরব দীর্ঘ সময় ধরে এই উপসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে একে অন্যকে চ্যালেঞ্জ করে এসেছে, যার সাম্প্রতিক তম সময়ে যা ঘটেছে ইয়েমেনের “ছায়া যুদ্ধের” সময়। | Iran und Saudi-Arabien fordern sich schon seit Langem immer wieder gegenseitig heraus, dabei geht es vor allem um den geopolitischen Einfluss in der Region. Ein aktuelles Beispiel dafür ist der “Stellvertreterkrieg” im Jemen. |
3 | উইকিমিডিয়ার ছবি। | (Foto von Wikimedia) |
4 | উইকিলিকসে ফাঁস হওয়া নতুন একগুচ্ছ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি গভীরভাবে ইরানের সাথে দেশটির তীব্র আঞ্চলিক শত্রুতার বিষয়টি ধরেছে। | Aus einem neuen Fund von WikiLeaks, den Dokumenten aus dem saudi-arabischen Außenministerium, geht eine deutliche Beschäftigung mit dem regionalen Konkurrenten Iran hervor. |
5 | এখন পর্যন্ত ইরানী পররাষ্ট্র মন্ত্রণালয় ফাঁস হয়ে যাওয়া উক্ত নথি গুচ্ছ থেকে প্রতিদিন ২৩টি করে বর্ণনা করেছেঃ | Bis jetzt sind schon 23 der gefundenen Dokumente tägliche Kurzberichte über das Ministerium im Iran. |
6 | সৌদি আরবের ফাঁস হয়ে যাওয়া নথি থেকে ৬, ১০, ১১ তারিখ-এ দৈনিক বর্ণনা করা ২৩টি নথি থেকে দারুণ আকর্ষণীয় কিছু তথ্য পাওয়া গেছে। | Der bisher spannenste Fund der #SaudiCables sind die 23 Kurzberichte über den Iran. |
7 | স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা ইরানের সাথে সৌদি আরবে এই গভীর লড়াই-এর বিষয়টি উল্লেখ করেছে। | Auch Nutzern sozialer Medien ist die hauptsächliche Beschäftigung mit dem Iran in den Saudi Cables aufgefallen. |
8 | এখন পর্যন্ত ফাঁস হওয়া ৬০,০০০ নথির মধ্যে প্রায় ১,৫০০ টি নথিতে ইংরেজি অথবা আরবিতে ইরান বা ইরানের নাগরিকদের কথা উল্লেখ রয়েছে। | Von den bisher 60.000 veröffentlichten Dokumenten, auf Englisch oder Arabisch, berufen sich etwa 1.500 auf den Iran oder iranische Angelegenheiten. |
9 | যত এ সকল নথি বিশ্লেষণ করা হচ্ছে, ততই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরানের সাথে সম্পর্ক স্থাপনে উদ্বেগের বিষয়টি ধরা পড়ছে। | Je mehr Analysen der Dokumente auftauchen, desto offensichtlicher wird die spezifische Beschäftigung des Außenministeriums mit dem Iran. |
10 | ফাঁস হয়ে যাওয়া নথিতে দেখা যাচ্ছে সৌদি আরব ইরানের নিজস্ব উৎপাদিত যুদ্ধ বিমান নিয়ে উদ্বিগ্ন। | Dieses durchgesickerte Dokument zeigt die Bedenken der #Saudis über ein selbst gebautes Jetflugzeug im Iran. #SaudiCables #Iran |
11 | সৌদি আরব, মিশরের রাষ্ট্রপতি মুরসির সময় ইরান ও মিশরের সম্পর্ক নিয়ে সন্দিহান ছিল। | Die #KSA (Saudi-arabisches Königreich) misstraute der Beziehung des #Iran mit #Ägypten während der Regierung des Präsidenten #Mursi. #SaudiCables #Saudileaks |
12 | এ সব নথিতে দেখা যাচ্ছে ইরান এবং শিয়া সম্বন্ধে সৌদিদের আগ্রহ প্রচণ্ড। | Die #SaudiCables zeigen, wie überwältigend #SaudiArabien auf Angelegenheiten fixiert ist, die den #Iran und den schiitischen Islam betreffen. |
13 | সৌদি কেবল থেকে প্রাপ্ত প্রকৃত তথ্যঃ আরব বসন্তের সময় ইরানকে নিয়ে সৌদি আরব যে আতঙ্কে ছিল তা এই সব নথিতে স্পষ্ট প্রদর্শিত হয়েছে, আর এতে স্বাক্ষর রয়েছে সে সময়কার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল-এর। | Echter Goldschatz unter den #SaudiCables: Panik bezüglich des Iran während der arabische Frühling in vollem Gange ist, unterzeichnet vom damaligen Außenminister Faisal. |
14 | ফাঁস হয়ে যাওয়া সৌদি পররাষ্ট্রমন্ত্রীর নথিতে উল্লেখ রয়েছে আইআরআইবি [ইরান রেডিও]-এর সম্প্রচারে হস্তক্ষেপ করার বিষয়টি। ফাঁস হয়ে যাওয়া নথিতে দেখা যাচ্ছে সৌদি আরব ইরানের নিজস্ব উৎপাদিত যুদ্ধ বিমান নিয়ে উদ্বিগ্ন। | Die durchgesickerten Dokumente aus dem saudischen Außenministerium enthalten auch Nachrichten über Behinderungen von Übertragungen der staatlichen, iranischen Sendeanstalt IRIB (Islamic Republic of Iran Broadcasting) und deren @alalam_news. |
15 | সৌদি আরবের কয়েকজন স্যোশাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছে যে এই সমস্ত নথি ফাঁস হয়ে যাওয়ার পেছনে ইরানের হ্যাকররা দায়ী। | Einige saudiarabischen Nutzer der sozialen Netzwerke behaupteten, der Leak sei ein iranischer Hackerangriff gewesen. |
16 | তবে অন্যের দ্রুত এই দাবীতে পানি ঢেলে দিয়েছেঃ | Diese Behauptungen wurden jedoch von anderen schnell wieder im Keim erstickt. |
17 | আর কারণ, এটা আপনি এই বিষয়টি জানতেন না, সৌদি আরব সরকারের কম্পিউটার থেকে ইরান নথি চুরি করেছে এবং হাজার হাজার নথি উইকিলিকসের কাছে পাঠিয়ে দিয়েছে, যা সে অনলাইনে সেগুলো পোস্ট করেছে | Falls ihr es noch nicht mitbekommen habt, der #Iran hat sich in die Computer der saudi-arabischen Regierung gehackt und tausende Dokumente an WikiLeaks weitergegeben, die diese nun online veröffentlicht haben. |
18 | আরব উদারনৈতিকেরা সৌদি নথি ফাঁস হয়ে যাওয়া নিয়ে ক্ষুব্ধ। | Liberale Araber fressen sich einen Narren an den #SaudiCables. |
19 | সৌদি শাসকদের ধ্বংসাত্মক রাজনীতির বিষয়ে তাদের কোন মন্তব্য নেই। | Aber keinerlei Kommentare über die zerstörerische Politik des saudischen Regimes. |
20 | তারা কেবল, ইরান, ইরান, ইরান করছে। | Immer nur Iran, Iran, Iran… |