# | ben | deu |
---|
1 | ১২৫ দিন জেলবাসের পর মুক্তি পেলেন মিশরের বামপন্থী কর্মী মাহেনূর আল-মাশরি | Ägyptische linke Aktivistin Mahinour El-Masry nach 125 Tagen Gefängnis befreit |
2 | মাহেনূর যখন মুক্ত। | Ein Plakat zur Befreiung von Mahinour. |
3 | ছবিটি টুইটারে শেয়ার করেছেন হানিশুকরাল্লাহ। | Verbreitet auf Twitter durch @HaniShukrulla |
4 | ১২৫ দিন জেলবাসের পর মিশরের বামপন্থী রাজনৈতিক কর্মী মাহেনূর আল-মাশরি আজ মুক্তি পেয়েছেন। | |
5 | মাদা মাশর তাদের প্রতিবেদনে জানিয়েছে, আলেক্সান্দিয়ার আদালত মাহেনূরের ৬ মাসের কারাদণ্ড স্থগিত করেছে। | |
6 | গত মে মাসে আপিল আদালত আরো ৮ জন রাজনৈতিক কর্মীর সাথে মাহেনূরকে ২ বছরের কারাদণ্ড দিয়েছিল। | Nach 125 Tagen im Gefängnis wurde die linke ägyptische Aktivistin Mahinour El-Masry heute auf freien Fuß gesetzt. |
7 | তাদের অপরাধ ছিল, তারা বিতর্কিত প্রতিবাদ আইনের প্রতিবাদ করে রাস্তায় নেমেছিল। | Ein Gericht in Alexandria setzte El-Masrys sechsmonatige Freiheitsstrafe aus, berichtet Mada Masr. |
8 | উল্লেখ্য, এই আইনে মিশরে সব ধরনের প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। মাহেনূরকে গ্রেফতার করা হয় গত ডিসেম্বর মাসে আদালতের বাইরে প্রতিবাদ করার সময়ে। | Im Mai war die Aktivistin festgenommen worden, nachdem ein Berufungsgericht sie zusammen mit acht weiteren Aktivisten wegen Bruch des kontroversen ägyptischen Demonstrationsgesetzes, welches Proteste im Land verbietet, zu zwei Jahren Haft verurteilt hatte. |
9 | সেদিন আদালতে দুই পুলিশের বিরুদ্ধে খালিদ সাঈদকে খুনের অভিযোগে বিচার চলছিল। | Mahinour war wegen Protestierens vor einem Gericht im Dezember festgenommen worden, wo zwei Polizisten des Mordes an Khaled Saeed angeklagt waren. |
10 | সাঈদকে মিশরে বিপ্লবের মোহাম্মদ বুয়াজিজি হিসেবে বিবেচনা করা হয়। | Saeed wird als der Mohamed Bouazizi der ägyptischen Revolution angesehen. |
11 | গত জুলাই মাসে মাহেনূরের কারাদণ্ডের মেয়াদ কমিয়ে ৬ মাস করা হয়েছিল। | Im Juli wurde Mahinours Strafe auf sechs Monate gekürzt und weitere gute Nachrichten folgten heute, als das Ordnungsgericht den Fall ganz verwarf. |
12 | তবে সবচে' ভালো সংবাদটি এসেছে আজকে। | Mahinour begann am 25. |
13 | মিসদেমেনরসের আদালত তার মামলা খারিজ করে দিয়েছে। মিশরের আরেক রাজনৈতিক কর্মী এবং ব্লগার আলা আব আল-ফাত্তাহ'র সমর্থনে মাহেনূর আগস্টের ২৫ তারিখে অনশন শুরু করেছিলেন। | August einen Hungerstreik in Solidarität mit dem gleichgesinnten ägyptischen Aktivisten und Blogger Alaa Abd ElFattah, der anschließend am 15. September 2014 freigelassen wurde, und anderen politischen Gefangenen. |
14 | আল-ফাত্তাহ আরো কিছু রাজনৈতিক কর্মীর সাথে সেপ্টেম্বরের ১৫ তারিখে মুক্তি পেয়েছেন। | |
15 | মাহেনূরের মুক্তির খবর নেটিজেনরা স্বাগত জানিয়েছেন। | Netizens begrüßten die Nachricht von Mahinours Freilassung. |
16 | বর্তমানে পৃথিবী জুড়েই সুসংবাদের বড়ো অভাব। মিশরের ব্লগার জেইনোবিয়া মাহেনূরের মুক্তিকে ”দিনের সেরা খবর” বলে অভিহিত করেছেন: | In einem Teil der Welt, wo gute Nachrichten selten sind, beschreibt die produktive ägyptische Bloggerin Zeinobia ihre Freilassung als “die gute Nachricht des Tages”: |
17 | মাহেনূরকে আটকাবস্থা থেকে মুক্তি দেয়া হয়েছে। | Mahinour El-Masry wurde bis zum Gerichtsverfahren aus der Haft entlassen. |
18 | আজকে দিনে এটাই সবচে' ভালো খবর। | Die gute Nachricht des Tages |
19 | ইয়াসমিন খলিফা একই ধরনের অনুভূতির কথা লিখৈছেন: | Yasmine Khalifa teilt ähnliche Gefühle: |
20 | মিশর জুড়ে এখন দু:সংবাদের ছড়াছড়ি। এর মধ্যে মাহেনূরের মুক্তি ভালো খবরের একটা আভাস মাত্র। | Inmitten der schlechten Nachrichten über mehrere Explosionen in Ägypten gibt es mit der Freilassung von Mahinour einen Funken der Hoffnung . |
21 | সহ-রাজনৈতিক কর্মী মোনা সেইফ জানেন মাহেনূরকে কোন বিষয়টি হতাশ করেছে। | Aber die Mitaktivistin Mona Seif weiß, dass dies Mahinour beunruhigen würde. |
22 | তিনি টুইট করেছেন: | Sie twittert: |
23 | মাহেনূর মুক্তি পেলেও খুশি হবে না। | |
24 | কারণ একই মামলায় অন্যরা এখনো আটক আছে। বিশেষ করে ইসলাম, যে কি না প্রতিবাদ কর্মসূচীতে অংশ-ই নেয়নি। | Mahinour wird freigelassen werden, aber sie wird unbefriedigt sein, dass die Mitangeklagten im selben Fall immer noch inhaftiert sind, insbesondere Islam, der nicht einmal an dem Protest beteiligt war. |
25 | ইসলাম, ওমর, লরি, নাসের- সবার মুক্তি চাই। | Freiheit für Islam, Omar, Luay und Nasser. |
26 | জেলে থাকা অবস্থাতেই মাহেনূর ২০১৪ সালের লুদভিক ট্রেরিয়েক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছেন। | Während der Zeit im Gefängnis gewann Mahinour den 2014 Ludovic Trarieux Internationalen Menschenrechtpreis, die jährliche Auszeichnung, die von Anwälten an einen Anwalt für die Verteidigung der Menschenrechte vergeben wird. |
27 | আশ্চর্যজনকভাবে ১৯৮৫ সালে প্রথম যখন এই পুরস্কার প্রবর্তন করা হয়, সেবার জেলে থাকা অবস্থায় পুরস্কারটি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক নেতা নেলসন ম্যান্ডেলা। | Übrigens war der erste Empfänger der Auszeichnung im Jahr 1985 der südafrikanischen Führer Nelson Mandela, während er im Gefängnis saß. |
28 | আইনবিদ গামাল ইদ বিশ্বাস করেন, সরকার তার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে মাহেনূরকে মুক্তি দিয়েছে। | Der Anwalt Gamal Eid sagte, er glaube ihre Freilassung war Teil eines Regierungsmanövers, deren Ruf zu verbessern. |
29 | তিনি টুইট করেছেন: | Er twittert: |
30 | মাহেনূরকে অভিনন্দন জানিয়ে যেটা বলতে চাই- আমি বিশ্বাস করি, রাজনৈতিক চাল হিসেবে অত্যাচারী সরকার মাহেনূরকে মুক্তি দিয়েছে। | Ich gratuliere Mahinour, aber ich glaube, dass ihre Freilassung aus dem Gefängnis ein politischer Trick eines unterdrückerischen Regimes ist. |
31 | আগামী মাসে মাহেনূর একটি আন্তর্জাতিক পুরস্কার পেতে যাচ্ছেন। | Mahinour wird eine internationale Auszeichnung nächsten Monat erhalten. |
32 | রাষ্ট্রপতির দেশের বাইরে সফরে যাওয়ার আগ মুহূর্তে এই পুরস্কার দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। | Und dies passiert nur, um den Ruf [des Landes] zu verbessern, bevor der Präsident ins Ausland reist |
33 | মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আজ মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। | Der ägyptische Präsident Abdel Fattah El Sisi reist heute in die USA, um an der Generalversammlung der Vereinten Nationen in New York teilzunehmen. |
34 | তবে মুক্তি পাবার মধ্যে দিয়ে মাহেনূরের বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে না। | Aber das ist nicht das Ende der Fahnenstange für Mahinour mit der ägyptischen Justiz. |
35 | রামল পুলিশ স্টেশনের মামলা এখনো ঝুলছে তার কাঁধে। এ মামলায় মাহেনূর-সহ আরো ১২ জনের বিরুদ্ধে পুলিশ স্টেশনে ভাংচুর এবং পুলিশকে আহত করার অভিযোগ আনা হয়েছে। | Sie ist nach wie vor für den Fall um die Polizeiwache Raml vor Gericht, wo ihr mit 12 weiteren Angeklagten die Beschädigung der Polizeiwache und die Verletzung von Polizisten vorgeworfen wird. |