Sentence alignment for gv-ben-20091221-8027.xml (html) - gv-deu-20091208-1365.xml (html)

#bendeu
1ইন্দোনেশিয়া: ন্যায়বিচারের জন্যে পয়সা সংগ্রহIndonesien: Münzen für Gerechtigkeit
2গত ৬ই ডিসেম্বর, ইন্দোনেশীয়ার গৃহবধু প্রিতা মুলিয়াসারীকে রাজধানী জাকার্তার পাশের জেলা ট্যান্গেরাঙ এর এক আদালত অভিযুক্ত করে একটি হাসপাতালের খারাপ সেবা নিয়ে একটি ইমেইল লেখার জন্য।Heute Morgen wurde die Hausfrau Prita Mulyasari vom High Court Tangerang wegen Verleumdung eines privaten Krankenhauses verurteilt, weil sie per E-Mail eine Beschwerde über schlechte Behandlung in dem Krankenhaus geschrieben hatte.
3কোর্ট তাকে বিশ কোটি ইন্দোনেশিয়ান রুপিয়া (২১,৬৮০ মার্কিন ডলার বা প্রায় ১৫ লাখ টাকা) জরিমানা করে যা অমনি ইন্টারন্যাশনাল আলম সুতেরা হাসপাতালের মাণহানির ক্ষতিপূরণ হিসেবে প্রদেয় হবে।Das Gericht verurteilte sie zu einer Geldstrafe von Rp. 204 M (€ 1450), zu zahlen an das OMNI Internasional Alam Sutera Krankenhaus.
4জাকার্তার একজন ফ্যাক্টরী শ্রমিকের বেতন মাসে ১০৬ মার্কিন ডলার (প্রায় ৭,৪০০ টাকা)।Das Gehalt eines Fabrikarbeiters in Jakarta beträgt ungefähr € 70 pro Monat.
5ইন্দোনেশিয়ার ইন্টারনেট ব্যবহারকারীরা আদালতের এই সিদ্ধান্তের প্রতিবাদে নেমে পড়েছেন প্রিতার জন্যে এই জরিমানা পয়সার আকারে সংগ্রহের জন্যে। স্থানীয় সংবাদপত্র কমপাস কে একজন সামাজিক কর্মী বলেছেন যে তারা এর মাধ্যমে হাসপাতালটিকে একটি শিক্ষা দিতে চান।Im indonesischen Internetnetz brummt es, um die Summe in der Form von Münzen zu sammeln, weil alle durch die Entscheidung dieses Gerichtes so empört sind und hoffen, dass die Münzen das Krankenhaus überwältigen werden, sagt ein Aktivist der lokalen Zeitung Kompas.
6“ন্যায়বিচার পাওয়া যায় নি বলে, আমারা পয়সা সংগ্রহ করছি,” এটিই হচ্ছে “কয়েন কিদিলিন” (ন্যায় বিচারের জন্যে পয়সা সংগ্রহ) আন্দোলনের প্রধান বক্তব্য।“Wenn Gerechtigkeit spärlich ist, sammeln wir Münzen”, sagt die Tagline Koin Keadilan, Münzen für Gerechtigkeit, eine neue Webseite, die dem Sammeln der Münzen gewidmet ist, um Pritas Geldbuße zu bezahlen.
7তারা একটি ওয়েবসাইট চালু করেছে পয়সার দান গ্রহণের মাধ্যমে প্রিতার জরিমানার টাকা সংগ্রহ করার জন্যে।
8www.koinkeadilan.com ওয়েবসাইটের সৌজন্যেImage von www.koinkeadilan.com
9এই সাইটে একটি ঘোষণা আছে:Eine Online=Erklärung auf der Webseite sagt:
10কিভাবে (পয়সা) সংগ্রহ করা হবে সে নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে।Über die Methode können wir uns streiten.
11শুধু পয়সা দিয়েই সাহায্য করা যেতে পারে কিনা সে বিষয় নিয়েও বিতর্ক আছে।Ob es notwendig ist Münzen oder anderes zu spenden.
12কিন্তু সবাই এক বিষয়ে একমত: ন্যায়বিচার পাওয়া যায় নি।Aber wir stimmen einer Sache zu: Die Gerechtigkeit ist verletzt worden.
13আমরা সবাই বুঝি যে মানুষের বাক স্বাধীনতা রোধ করতে স্বার্থান্বেষী শক্তি তৎপর এবং তার জন্যেই এই শাস্তির প্রয়াস। এর বিরুদ্ধে লড়াই করা দরকার।Wir fühlen das Gleiche: Macht und Arroganz, die die Meinungsfreiheit beseitigen wollen, indem sie sie kriminalisieren, müssen bekämpft werden.
14টুইটারে প্রতিবাদ এবং এই আন্দোলনের সমর্থনে বার্তা গুলো #freeprita এবং #helpprita হ্যাশট্যাগ ব্যবহার করে প্রকাশিত হচ্ছে।Proteste und Solidaritäts-Tweets werden unter #freeprita und #helpprita verschickt.
15জাকার্তার হার্ড রক কাফেতে পয়সা সংগ্রহের একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে।Ein Konzert ist in dem Hard Rock Cafe von Jakarta geplant. Einzelheiten und Aktualisierung erfolgt später.
16বিস্তারিত পরে জানানো হবে।Benefiz-Konzert für Münzen.
17ট্রিস্পটার: অনুগ্রহ করে সবাই প্রিতার জন্যে আপনার পকেটের পয়সাগুলো দান করুন।Treespotter: Hallo, spendet eine Münze für Prita - spendet eine Münze für den gesunden Menschenverstand.
18একটি দুটি পয়সা - বা অনেকগুলো - বিচারবুদ্ধি ফিরিয়ে আনার জন্যে।Oder viele Münzen.
19তার দরকার ২. ৫ টন পয়সা http://koinkeadilan.com/।Sie braucht 2,5 Tonnen davon.http://koinkeadilan.com/
20এলিজাবেথ: সামাজিক মিডিয়া মরে যায় নি। আমরা জানি প্রিতা নিরপরাধ।2028el15abeth: Soziale Medien enden nicht … wir wissen, dass Prita unschuldig ist.
21এই রায় অমনি হাসপাতালকে শুধুই অখ্যাতি এনে দেবে।Das Urteil gibt dem Omni Krankenhaus lediglich einen schlechten Ruf #freeprita
22#freeprita হচ্ছে অনলাইনে জনগণের সংসদ যা রাস্তার সংসদের থেকেও বিপদজনক হতে পারে।#freeprita ist eine Illustration des Online-Volksparlamentes, dass viel gefährlicher sein könnte, als ein Straßen-Parlament.
23আমরা যারা অনলাইনে আছি তাদের অবজ্ঞা করবে না।Unterschätzt niemals die, die online sind.
24আইন বিশেষজ্ঞরা বলছেন যে নতুন সাইবার আইন অনুযায়ী প্রিতার বিচার সুষ্ঠু হয় নি কারণ এই আইন কার্যকর হবার কথা আগামী বছরের এপ্রিল মাসে।Juristische Fachleute sagen, dass die Strafverfolgung von Prita im Rahmen des neuen Cyber-Gesetzes unfair ist, weil dieses Gesetz nicht vor dem April 2010 in Kraft treten wird.
25ব্লগার আদিত্য মাইক্রোব্লগিং এর শক্তি সম্পর্কে তার ধারণা জানাচ্ছে:Blogger Aditya teilt seine Gedanken über die macht des Mikro-Blogging mit:
26আমি এই আন্দোলনকে খাটো করছি না। কিন্তু আমরা জানি অনেক ক্ষেত্রেই এইসব উদ্যোগ মাঠে মারা যায়।Nicht dass ich diese Bewegung unterschätzen möchte, aber wir alle wissen, dass so etwas normalerweise so kalt enden kann, wie Kartoffeln von gestern.
27আশা করছি এক্ষেত্রে তা হবে না।Na, hoffentlich nicht!
28আদিত্য তার লেখা শেষ করেছেন তার পাঠকদের এই প্রশ্ন করে:Zum Abschluss seiner Post, fragt Aditya seine Leser:
29বন্ধুরা, যদি কেবল যদি তোমরা বাক স্বাধীনতা এবং ক্রেতা অধিকারকে মূল্য দাও তাহলে এগিয়ে চল।Freunde, wenn und nur wenn Ihr wirklich etwas für die Meinungsfreiheit und die Verbraucherrechte übrig habt, beeilt euch.