Sentence alignment for gv-ben-20120726-29024.xml (html) - gv-deu-20120726-10304.xml (html)

#bendeu
1আর্জেন্টিনা: ফকল্যান্ডস অলিম্পিক ভিডিও নিয়ে বিতর্কArgentinien: Falkland-Olympiavideo verursacht Kontroverse
2এই পোস্টটি আমাদের লন্ডন অলিম্পিক ২০১২ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশDieser Beitrag ist Teil unseres Dossiers Olympia 2012 in London
3অন্যান্য কারণ ছাড়াও ফকল্যান্ড যুদ্ধে নিহতদের স্মৃতি বিজড়িত রাজনৈতিক প্রচ্ছায়ার কারণে লন্ডন অলিম্পিক ২০১২-এর শারীরীক ক্রীড়ার খেলাগুলো আর্জেন্টিনার জন্যে গুরুত্বপূর্ণ।Über die sportliche Bedeutung des Ereignisses hinaus hat die Teilnahme an der Olympiade 2012 in London für Argentinien wegen der Erinnerung an die Opfer des Falkland-Krieges auch eine politische Dimension.
4২রা এপ্রিল, ২০১২ তারিখ ছিল মালভিনাস নামে পরিচিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনার সৈন্য অবতরণের ৩০তম বার্ষিকী।Am 2. April 2012 jährte sich die Landung argentinischer Truppen auf den Falklandinseln, die in Argentinien Malvinas genannt werden, zum 30.
5আসন্ন অলিম্পিক গেমসের শুরু উপলক্ষ্যে আর্জেন্টিনার রাস্ট্রপতির দপ্তর তাদের ইউটিউব চ্যানেলের [স্প্যানিশ ভাষায়] মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে:Mal. Aufgrund der bevorstehenden Olympischen Spiele 2012, veröffentlichte das Amt des argentinischen Präsidenten eine Videobotschaft auf ihrem YouTube-Kanal [es]:
6আর্জেন্টিনার রাষ্ট্রপতির দপ্তরের [স্প্যানিশ ভাষায়] তৈরী এবং দ্বীপটিতে চিত্রায়িত ভিডিওটিতে আর্জেন্টিনার একজন ক্রীড়াবিদকে ব্রিটিশ বৈদেশিক রাজ্য (উপনিবেশ) ফকল্যান্ড দ্বীপপুঞ্জে লন্ডন অলিম্পিকের জন্যে প্রশিক্ষণরত দেখানো হয়েছে।Das Video, welches vom Amt des argentinischen Präsidenten [es] produziert und auf den Inseln gedreht wurde, zeigt einen argentinischen Sportler, der auf den Falklandinseln, einem britischen Überseegebiet, für die Londoner Olympiade trainiert.
7বিতর্কের সূত্রপাত করেছে সর্বশেষ বাক্যটি: “ইংরেজদের মাটিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে আমরা আর্জেন্টাইন মাটিতে প্রশিক্ষণ নিচ্ছি।”Der letzte Satz löste die Kontroverse aus: “Um auf englischem Boden anzutreten, trainieren wir auf argentinischem Boden.”
8ভিডিওটির নায়ক আর্জেন্টিনার হকি দলের খেলোয়াড় ফার্ণান্দো জিলবারবার্গ প্রকৃতপক্ষে ২০১২ সালের অলিম্পিকে অংশগ্রহণ করছেন না।Der Protagonist in dem Video ist Fernando Zylberberg, ein Spieler des argentinischen Hockeyteams, das gar nicht an der Olympiade 2012 teilnehmen wird.
9অলিম্পিক কমিটির প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক।Die Reaktion des Olympischen Komitees kam sofort.
10এসএসকিউএইচ [স্প্যানিশ ভাষায়] ওয়েবসাইট এই প্রতিক্রিয়াটি পোস্ট করেছে:Die Website SSQH [es] veröffentlichte eine Reaktion:
11অলিম্পিক গেমস রাজনৈতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করার কোন ফোরাম হওয়া উচিৎ নয় এবং আইওসি গেমসের মঞ্চটির এরকম উদ্দেশ্যে ব্যবহারের জন্যে দুঃখ প্রকাশ করে, [অলিম্পিক কমিটি] এপি সংবাদ সংস্থার কাছে একটি বিবৃতিতে একথা বলেছে।Die Olympischen Spiele sollten kein Forum für politische Themen sein und das IOK bedauert jegliche Nutzung der Plattform der Spiele für diese Zwecke,” sagte [das Olympische Komitee] in einem Statement gegenüber der Nachrichtenagentur AP.
12“আমাদের সঙ্গে আর্জেন্টিনার (অলিম্পিক কমিটি) যোগাযোগ রয়েছে… যারা বারবার আমাদের আশ্বস্ত করেছে যে জাতীয় অলিম্পিক কমিটি গেমসটিকে একটি রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে না এবং অলিম্পিক সনদকে সম্মান দেখাবে,” আইওসি যোগ করেছে।„Wir stehen mit dem Argentinischen Olympischen Komitee in Verbindung …, das uns wiederholt versichert hat, dass das Nationale Olympische Komitee nicht versuchen wird, die Spiele als politische Plattform zu nutzen und die Olympische Charta respektieren wird“, fügte das IOK hinzu.
13এছাড়াও ব্লগ সোপিতাস [স্প্যানিশ ভাষায়] বিতর্কটি নিয়ে মন্তব্য করেছে:Das Blog Sopitas [es] kommentierte auch zu der Kontroverse:
14ফকল্যান্ডের আইনপ্রণেতা ইয়ান হ্যানসেন বলেন তিনি এই ভিডিওটি নিয়ে হতাশ, যা “আর্জেন্টিনার রাজ্যগত উচ্চাকাঙ্ক্ষা পূরণে অলিম্পিক গেমসকে রাজনৈতিকীকরণের উদ্দেশ্য প্রণোদিত।”30 Jahre nach dem Krieg zwischen Argentinien und Großbritannien über diese Inseln und so kurz vor dem Beginn der Olympiade sieht diese Kampagne wie eine Provokation aus die schon eine Kontroverse verursacht.
15ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে প্রকাশিত সংবাদপত্র পেঙ্গুইন সংবাদ ভিডিওটিকে অবমননাকর বিবেচনা করেছে:Ian Hansen, Falkland-Gesetzgeber, sagte er sei enttäuscht von diesem Video, welches „versucht die Olympischen Spiele im Namen Argentiniens territorialer Ziele zu politisieren. “
16দুঃখজনকভাবে আর্জেন্টিনার কর্তৃপক্ষ আমাদের দেশ এবং জনগণের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছে।Penguin News, eine Zeitung der Falklandinseln findet das Video respektlos:
17অবাক হওয়ার কিছু নেই এই ভিডিওটি কোনো স্তরেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জবাসীর প্রতিনিধিত্ব করে না - যা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের জনগণের অস্তিত্ব স্বীকার করার ভান করা আর্জেন্টিনার নীতির সুস্পষ্ট প্রতিফলন মাত্র।Traurigerweise zeigt diese Illustration die Respektlosigkeit, der argentinischen Behörden gegenüber unserem Zuhause und unserem Volk. Es ist nicht überraschend, dass das Video in keinem Bild irgendwelche Bewohner der Falklandinseln zeigt - eine deutliche Reflexion der Politik Argentiniens, die sich einbildet, dass die Bewohner der Falklandinseln nicht existieren.
18তবে ইউটিউবে প্রদর্শিত মন্তব্যগুলো [স্প্যানিশ ভাষায়] অনুসারে অনেক আর্জেন্টিনাবাসীর কাছে এই ভিডিওটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ যে আর্জেন্টিনার অংশ তাদের সেই দাবির অবস্থানকে আবারো জোরালো করে। এই পোস্টটির উপ-সম্পাদনা করেছেন জেন এলিস।Wie die Kommentare [es] auf YouTube jedoch zeigen, hat das Video vielen Argentiniern dazu gedient ihre Position zu stärken, dass die Falklandinseln zu Argentinien gehören.