# | ben | deu |
---|
1 | পুয়ের্টো রিকো: জাতীয় ধর্মঘট এর সর্বশেষ সংবাদ | Puerto Rico: Der Nationalstreik (update) |
2 | পুয়ের্টো রিকোর রাজধানী সান জুয়ানের মেট্রোপলিটন এলাকার সড়ক আর হাইওয়েতে গত ১৫ই অক্টোবর সকাল থেকে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিলেন, বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলসমূহে। তারা জাতীয় ধর্মঘটে অংশ নিয়েছিলেন যার লক্ষ্য ছিল একদিনের জন্য দেশটাকে পঙ্গু করে দেয়া। | Tausende von Leuten begannen heute früh am Morgen die Haupt- und Zufahrtstraßen der Metropole San Juan, die Hauptstadt Puerto Ricos, zu überfluten, besonders den Finanzdistrikt, als Teil des Nationalstreikes, der das Land für einen Tag lahmlegen soll. |
3 | এই ধমর্ঘট ডাকা হয়েছিল গভর্নর লুইস ফরচুনোর ১৭০০০ সরকারী চাকুরিজীবিকে চাকুরিচ্যুত করার (সর্বমোট ২৫০০০ জন চাকুরি হারিয়েছেন) সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের আন্দোলন হিসেবে। তিনি এই ছাঁটাইয়ের পেছনে যুক্তি দেখিয়েছেন যে এটি দেশের অর্থনৈতিক মন্দা কাটানোর পরিকল্পনার অংশ। | Der Streik wurde von der Arbeitsbewegung aufgerufen, um gegen die Entscheidung des Gouverneurs Luis Fortuño zu protestieren, 17.000 Regierungsangestellte zu entlassen (insgesamt wurden ca. 25.000 entlassen), was Teil seines Wirtschaft- und Finanzplanes für das Land ist. |
4 | সুধী সমাজের অন্যান্য অংশের মধ্যে ট্রেড ইউনিয়নের সদস্য আর কর্মী, নারী, ছাত্র, শিক্ষক, ধর্মীয় সংগঠন, রাজনৈতিক সংগঠন আর পরিবেশবিদ ইত্যাদি সবাই বিশাল এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। | Arbeiter und Gewerkschaftsmitglieder, Frauen, Studenten, Lehrer, religiöse Gruppen, politische Organisationen, Umweltschützer und andere Personen aus der Zivilgesellschaft sind dem Aufruf gefolgt und befinden sich auf der Straße, um zu demonstrieren. |
5 | বিশ্ববিদ্যালয়, স্কুল আর অফিস আদালত এই দিন বন্ধ ছিল। | Die Universitäten, Schulen und viele Büros sind für heute geschlossen. |
6 | ইউটিউবে একদল মানুষ কুয়ের্পো দে ডকুমেন্তাসিওন তৈরি করেছেন যেখানে তারা ধর্মঘটের ভিডিও দ্বীপের বিভিন্ন অংশ থেকে পোস্ট করেছেন। | Eine Gruppe von Leuten hat das Projekt Cuerpo de Documentación bei YouTube gegründet, von wo Videos über den Streik von verschiedenen Punkten der Insel aus berichten sollen. |
7 | পুয়ের্টো রিকোর টুইটার জগৎ ও খুবই সজাগ ছিল। টুইটারে কথোপকথন #পারোপর আর #টুইটারিকানস হ্যাশট্যাগ ব্যবহার করে চলেছে। | Die “Twittersphäre” von Puerto Rico ist in den letzten Tagen ebenfalls sehr aktiv gewesen und die Hashtags #paropr und #twittericans wurden geschaffen, um dem Gedankenaustausch zu folgen. |
8 | @ক্যারিবনিউজ, @কিবো আর @মাইক্রোজুরিসের পেছনের নেট নাগরিকেরা লাগাতার ধর্মঘট সম্পর্কে সংবাদ টুইট করছিলেন এবং ছবি আর ভিডিওর লিঙ্ক দিচ্ছিলেন। | Die Leute von @caribnews, @qiibo, und @microjuris, tweeten, neben vielen anderen Bürger-Reportern, fortlaufend Updates und Neuigkeiten über den Streik mit Links zu Fotos und Videos. |
9 | জাতীয় ধর্মঘটের প্রতিবাদকারীরা। | Demonstranten beim Nationalstreik. |
10 | একজন অংশগ্রহণকারী আমাদের কাছে ছবিটি পাঠিয়েছেন। | Foto wurde von einem Teilnehmer an GV gesandt. |
11 | বিক্ষোভকারীরা একত্র হয়েছিলেন প্লাজা লাস আমেরিকাসের কাছের এলাকাতে যা ক্যারিবিয়ানের সব থেকে বড় মল আর তার মালিক হচ্ছে ফোনালেদাস পরিবার, যারা গভর্নরের প্রচারণাতে গুরুত্বপূর্ণ মদদ দাতা ছিলেন। | Die Demonstranten trafen sich in der nächsten Umgebung der Plaza Las Américas, des größte Einkaufszentrums in der Karibik, dessen Besitzer, die Familie Fonalleda, bedeutende Spender für den Wahlkampf des Gouverneurs waren. |
12 | মল সেই দিনের জন্য বন্ধ ছিল। | Das Einkaufszentrum war für diesen Tag geschlossen. |
13 | অনুষ্ঠানের আয়োজক আর বেশ কয়েকটা প্রচার মাধ্যম হিসাব করেছেন যে প্রায় ১৫০০০০-২০০০০০ লোক একত্র হয়েছিলেন বিশাল এই বিক্ষোভের জন্য। | Die Organisatoren der Demonstration und verschiedene Medien haben geschätzt, dass ca. 150. 000-200.000 Menschen an dieser massiven Demonstration teilgenommen haben. |
14 | গভর্নরের চিফ অফ স্টাফ মার্কোস রড্রিগোজ এমা যদিও বলেছেন যে ধর্মঘট অকার্যকর হয়েছে কারণ কর্মচারীদের চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত পালটানো হবে না। | Der Generalstabschef des Gouverneurs, Marcos Rodríguez Ema, erklärte, der Streik sei erfolglos gewesen, da die Entscheidung über die Entlassung von Angestellten nicht rückgängig gemacht werden wird. |
15 | বড় কোন ঘটনা ঘটে নি যদিও পুলিশ আর ছাত্রদের মধ্যে উত্তেজনাকর কিছু মুহূর্ত ছিল। | Es kam zu keinen größeren Zwischenfällen, es gab jedoch Spannungsmomente zwischen Studenten und Polizei. |
16 | একজন অংশগ্রহণকারী আমাদের কাছে ছবিটি পাঠিয়েছেন | Foto wurde von einem Teilnehmer an GV gesandt. |
17 | জাতীয় ধর্মঘট আর পুয়ের্টো রিকোর পরিস্থিতি সম্পর্কে জানতে অনুগ্রহ করে আমাদের আগের পোস্ট ‘সংকটের অনেক নাম”, ‘জীবন এমনি', ‘জনগণের সম্পদ নিয়ে যুদ্ধ' আর ‘জাতীয় ধর্মঘটের জন্য প্রস্তুত' দেখুন। | Zu den Umständen des Nationalstreiks und die Situation in Puerto Rico sehen Sie sich bitte auch die früheren Einträge an: “A Crisis with Many Names”, “Such is Life”, “The Battle over Public Lands”, und “Bereit zum Nationalstreik”. |
18 | নন- প্রফিট সেন্টার ফর নিউ একাডেমীর (নতুন অর্থনীতির অলাভ জনক কেন্দ্রের) কর্মীরাও নিয়মিত পোস্ট করছেন পুয়ের্টো রিকোর অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর বিশ্লেষণ। | Die Mitarbeiter des gemeinnützigen “Center for the New Economy” haben ebenfalls regelmäßig ausführliche Analysen über die wirtschaftliche Situation in Puerto Rico veröffentlicht. |