# | ben | deu |
---|
1 | এগারো বছর বয়সী চাইনিজ পরিবেশবাদী এবং সার্কিট বোর্ড রিসাইক্লিং | Umweltschutz in China: Elfjähriger Aktivist und Elektroschrott |
2 | কর্পোরেট সামাজিক দায়িত্ব-কর্তব্যের দিকে দৃষ্টি নিবন্ধনকারী ব্লগ “ক্রসরোড” এ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এগারো বছর বয়সী এক পরিবেশবাদীকে নিয়ে প্রকাশিত একটা লেখা আমাদের মনোযোগ কেড়েছে। | Das Blog Crossroads, das über die soziale Verantwortung von Firmen schreibt, macht uns auf einen elfjährigen Umweltschützer in Südwest-China aufmerksam. |
3 | এই নবীন তারকা নদী দূষণের উৎস খুঁজে বের করার দায়িত্ব স্বপ্রনোদিতভাবে গ্রহণ করে রিপোর্টার ও কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। | Er nahm es in die Hand, die Gründe für die Wasserverschmutzung zu finden - so wurden Reporter und Regierungsvertreter auf ihn aufmerksam. |
4 | গত অক্টোবরে, জিয়ালিং নদীর তীরে বাবা-মায়ের সাথে খেলার সময় চেন পানিতে কিছু বর্জ খুঁজে পায়। | Im letzten Oktober spielte Chen mit ihren Eltern am Jialing Fluss und fand im Wasser Müll. |
5 | এটা কিভাবে এল সেটা খুঁজে বের করতে সে লেগে পড়ে। | Er wollte unbedingt herausfinden, wo der wohl herkam. |
6 | এরপর ছয় মাস ধরে ছুটিকালীন সময়ে অনুসন্ধান চালিয়ে চেন নদী দূষণের উপরে একটা নিবন্ধ লেখে এবং দূষণ থেকে বাঁচার কিছু উপায় প্রস্তাব করে। | Nachdem er sechs Monate in seiner Freizeit recherchiert hatte, schrieb er einen Bericht über die Verschmutzung im Fluss und machte Vorschläge, wie man ihn reinigen könnte. |
7 | এগারো বছরের এই পরিবেশবাদী সম্বন্ধে রিচ অলসো রাইটস লিখেছেন: | Auch Rich schreibt über den elfjährigen Umweltaktivisten: |
8 | এটি আরেকটি দৃষ্টান্ত যার জন্যে আমি বলতে পারি পরিবেশ সংরক্ষণের জন্য চীনদেশ ক্রমান্বয়ে জাগ্রত হবে। দূষণ অনুসন্ধান, গবেষণা পরিচালনা, সমাধান অন্বেষণ, স্থানীয় কর্মকর্তা ও ব্যবসায়ীদের উপর চাপ প্রয়োগের জন্য প্রতিটি ব্যক্তি ও গোষ্ঠীকে ব্যক্তিগত পর্যায়ে উদ্বুদ্ধ করতে হবে। | Dies ist ein weiteres Beispiel dafür, wie China seine Umwelt wieder reinigen könnte: Individuen und Arbeitsgemeinschaften werden auf einem persönlichen Level motiviert Verschmutzer zu ermitteln, nachzuforschen, Lösungen zu entwickeln und Druck auf die örtlichen Beamten und Unternehmer auszuüben. |
9 | ইতোমধ্যে, চায়না এনভায়রনমেন্টাল নিউজ ডাইজেস্ট একটা আর্টিকেলে উল্লেখ করেছে যে ইলেকট্রনিক সার্কিট বোর্ডের অংশগুলো খুলে পৃথক করে পুন:ব্যবহার উপযোগী করা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। | China Environmental News Digest beschreibt eine Form des Recycling, die der Umwelt schaden könnte: Die Demontage von Leiterplatten. |
10 | রিপোর্টটিতে চীনের ইলেক্ট্রনিক্স রিসাইক্লিং এর উপর হংকং এর ব্যাপ্টিস্ট বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার কথা বলা হয়েছে। | Der Artikel beruft sich auf eine Studie der Hong Kong Baptist University über das Recycling von Elektroschrott in China. |
11 | উক্ত গবেষণা চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটা শহরে পারিবারিক ভাবে পরিচালিত একটা রিসাইক্লিং ওয়ার্কশপে উচ্চমাত্রার ভয়াবহ ধাতু খুঁজে পায় এবং এই দূষণযুক্ত গুড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্নভাবে আশেপাশে ছড়িয়ে দিচ্ছে। | Die Studie stellt fest, dass in einer südöstlichen chinesischen Stadt die Recyclingbetriebe (meist Familienunternehmen) mit hochgefährlichen Metallen umgehen, sodass die Arbeiter kontaminierten Staub aus dem Werk heraustragen. |