Sentence alignment for gv-ben-20140528-43308.xml (html) - gv-deu-20140520-21187.xml (html)

#bendeu
1ছবিঃ ত্রিনিদাদ এন্ড টোবাগোতে পোউই মৌসুমFotos: Zeit der Trompetenbäume in Trinidad und Tobago
2ত্রিনিদাদ এন্ড টোবাগোতে এখন কঠোর শুষ্ক মৌসুম চলছে। এই শুষ্ক মৌসুমে প্রায়ই শুকনো ঝোপঝাড়ে আগুন ধরে যাচ্ছে।Es war eine trockene Saison [en] in Trinidad und Tobago mit vielen Buschbränden [en], die komplette Hänge im ganzen Land ausgedörrt und karg gemacht hat.
3এই দাবানলের ঘটনায় সারা দেশের পাহাড়ি অঞ্চলের এলাকাগুলোতে প্রচন্ড শুষ্কতা এবং আতঙ্ক বিরাজ করছে।Dennoch erstrahlen die Juwelen der Trockenzeit, die rosafarbenen und gelben Trompetenbäume [und zwar insbesondere der Roseodendron der Gattung Tabebuia].
4তবুও এই শুষ্ক মৌসুমের অলংকার হিসেবে গোলাপী এবং হলুদ রঙের পোউই গাছগুলো যেন জ্বলজ্বল করছে। সমগ্র দেশ এক পশলা বৃষ্টির আশায় তাকিয়ে আছে; নানা রঙে রঙিন এই পোউই গাছগুলো যেন তাঁর দ্যুতি ছড়াচ্ছে।Dies ist eine letzte Explosion an Pracht und Glanz bevor sich das Land auf die Regenfälle einstellt und damit der Wiedergeburt der mit grün bedeckten Berge, die hoffentlich keine kahlen Stellen und Abtragungen aufweisen, die durch die Wasserfluten [en] entstehen könnten, die das Land in der Vergangenheit lahmgelegt [en] hatten.
5তাঁর সাথে সাথে সবুজ পাহাড়গুলোরও যেন পুনর্জন্ম ঘটেছে।Trompetenbaum: Foto des Flickrnutzers Humberto GE.
6প্রত্যাশা এই যে, এমন বন্যা হবে না যা আমাদেরকে নিঃস্ব করে দিয়ে যাবে।Nutzung unter der Lizenz Attribution-NonCommercial-NoDerivs 2.0 Generic CC
7অতীতের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা যেমনটি করে দেশকে একেবারে অচল করে দিয়েছিল। পোউই গাছ: ছবিটি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী হাম্বারটো জিই।Gelber Trompetenbaum: Foto der Flickrnutzerin Georgia Popplewell, die bemerkt: “Die Blüte des gelben Trompetenbaums läutet in der Regel das Ende der Trockenzeit ein, aber wer weiß, wie das Wetter die Tage wirklich werden wird?”
8হলুদ পোউই: ছবিটি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী জর্জিয়া পোপ্লিওয়েল।CC BY-NC-ND 2.0
9তিনি লিখেছেন, হলুদ পোউই ফুলের ফোটা সাধারণত শুষ্ক মৌসুম শেষের ইঙ্গিত দেয়, কিন্তু কে জানে আজকের দিন পর্যন্ত আবহাওয়া কি বলে ?In Trinidad und Tobago ist die Blüte der Trompetenbäume ähnlich kulturell bedeutsam wie die Kirschbaumblüte in Japan [en].
10CC BY-NC-ND 2.0 চেরি ফুল ফোটা যেমন সাংস্কৃতিক দিক থেকে জাপানে বেশ তাৎপর্যপূর্ণ, ত্রিনিদাদ এন্ড টোবাগোতে তেমনি পোউই ফুল।In der Hauptstadt Port of Spain steuern die Menschen oft den Queen's Park Savannah [en] an, um unter den Bäumen zu picknicken und ihre Decken auf dem Teppich der herabgefallenen Blüten auszubreiten.
11লোকজন মাঝে মাঝে পোর্ট অব স্পেনে অবস্থিত কুইন্স পার্ক সাভান্নাহতে দলে দলে যায়; সেখানে এই গাছগুলোর নিচে বসে বনভোজন করতে।Teppich aus Trompetenbaumblüten: Foto der Flickrnutzerin Janinephoto. Verwendet unter der Lizenz Attribution-NonCommercial-NoDerivs 2.0 Generic CC
12সেখানে গাছের নিচে পরে থাকা ফুলের চাদরের উপর কম্বল বিছিয়ে তারা বনভোজন উপভোগ করে।Rosafarbene Trompetenbaumblüten: Foto der Flickrnutzerin Janinephoto.
13পোউই কার্পেট: ছবিটি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী জেনিনফোটো।Verwendet unter der Lizenz Attribution-NonCommercial-NoDerivs 2.0 Generic CC
14পিঙ্ক রঙের পোউই ফুল: ছবিটি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী জেনিনফোটো।Trompetenbaum wie eine japanische Kirsch: Foto von Flickrnutzerin Janinephoto.
15চেরি পোউই; ফ্লিকার ব্যবহারকারী জেনিনফোটোর তোলা ছবি।Verwendet unter der Lizenz Attribution-NonCommercial-NoDerivs 2.0 Generic CC
16যীশু খ্রিস্টের পুনরুত্থান অনুষ্ঠানকে উপলক্ষ করে ঘুড়ি উড়ানো উৎসব পালন করা এখানকার অন্যতম এক প্রচলিত প্রথাঃ পোউই গাছগুলোর পেছন ছাড়িয়ে আকাশে রঙিন ঘুড়ির নাচানাচি করে আচড় কাঁটার এই দৃশ্যটি দেখে মনে হয় যেন একটি ক্রিকেট দল হিসেবে ত্রিনিদিয়ানরা সপ্তাহান্তে প্রীতি ম্যাচ খেলছে।Zu Ostern ist es Tradition, Drachen fliegen zu lassen: Die farbigen Punkte der bunten Drachen zu sehen, die vor dem Hintergrund der blühenden Trompetenbäume aufsteigen, ist genauso typisch für Trinidad und Tobago wie Cricket-Teams, die am Wochenende Freunschaftsspiele spielen während die im Wind schaukelnden Zweige der Trompetenbäume Beifall spenden.
17আর সেই প্রীতি ম্যাচে পোউই গাছের ডালগুলো আন্দোলিত করে ঘুড়ি রূপী খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছে।Drachen und Trompetenbäume: Foto von Nicholas Laughlin. Verwendung unter der Lizenz Attribution-NonCommercial-ShareAlike 2.0 Generic CC
18ঘুরি এবং পোউই গাছ: নিকোলাস লাফ্লিনের তোলা ছবি।Auflodernder Trompetenbaum: Foto der Flickrnutzerin Janinephoto.
19পোউই বিস্তরন: ফ্লিকার ব্যবহারকারী জেনিনফোটর তোলা ছবি।Verwendung unter der Lizenz Attribution-NonCommercial-NoDerivs 2.0 Generic CC
20শহর এবং গ্রামাঞ্চলের সব জায়গাতেই সারা দেশ জুড়ে পাহাড়ের গা ঘেঁষে পোউই ফুলগুলো ফুটে থাকে।Trompetenbäume blühen auf Hängen überall, auf dem Land und in der Stadt.
21নিচে দেয়া ছবিটিতে হলুদ পোউই গাছটি যেন একটি ব্রমেলিয়াডস পরিবারের গৃহকর্তা।Das Foto unten zeigt einen gelben Trompetenbaum, auf dem sich ein Bromeliengewächs eingenistet hat.
22ত্রিনিদাদের উত্তর-পূর্বাঞ্চলে সমুদ্র তীর ঘেঁষে মাটেলোট গ্রাম থেকে ছবিটি তোলা হয়েছে।Das Bild wurde in der Ortschaft Matelot an der Nordostküste Trinidads aufgenommen. Trompetenbaum in Matelot: Foto des Flickrnutzers Nicholas Laughlin.
23মাটেলোট পোউই: ফ্লিকার ব্যবহারকারী নিকলাস লাফ্লিনের তোলা ছবিVerwendet unter der Lizenz Attribution-NonCommercial-ShareAlike 2.0 Generic CC
24অপূর্ব সুন্দর পোউই ফুল ফোঁটা মানে মানুষের মনে সারা বছরের জন্য আশা এবং নবযৌবন লাভ করার অনুপ্রেরণা স্মরণ করিয়ে দেয়া; মনে করিয়ে দেয়া যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসন্ত খুব সন্নিকটে।
25* সবগুলো ছবিই একটি অ্যাট্রিবিউশন-ননকমার্শিয়াল- নোনড্রাইভস ২. ০ জেনেরিক সিসি লাইসেন্সের অধীনে ব্যবহৃত।Die überwältigende Schönheit der Trompetenbaumblüte erinnert jedes Jahr an Hoffnung und Erneuerung, was naheliegend ist im Frühling in der Karibik.