Sentence alignment for gv-ben-20120104-21918.xml (html) - gv-deu-20120103-5749.xml (html)

#bendeu
1স্পেনঃ #১৫এম, ক্ষোভের সাথে বড়দিন উদযাপন করেছেSpanien: Weihnachtliche Empörung der 15M-Bewegung
2এই পোস্টটি ইউরোপের জটিলতা বিষয়ক আমাদের বিশেষ প্রবন্ধের অংশ।Dieser Bericht ist Teil unseres Dossiers über Europa in der Krise. Am Mittwoch, dem 28.
3২৮ ডিসেম্বর, ২০১১, বুধবার, মাদ্রিদ, বার্সেলোনা এবং স্পেনের অন্য সব প্রধান শহর তথাকথিত #ইনডিগনান্টপ্রসেশন ( স্প্যানিশ ভাষায় #ক্যাবেলগাটাইনডিগনাডা) উদযাপন কর, #১৫এম যার আয়োজন করেছিল [স্প্যানিশ ভাষায়], যার শ্লোগান ছিল,” আমরা আমাদের মৌলিক অধিকার হারাচ্ছি এই রসিকতার সমানে, আমরা আমাদের নিষ্পাপ জীবন হারিয়ে ফেলেছি, কারণ আমরা এখন আর মিথ্যায় বিশ্বাস করি না, আর আমরা নিশ্চুপ থাকব না, ”।Dezember fand in Madrid, Barcelona und einigen anderen der wichtigsten spanischen Städte die sogenannte #CabalgataIndignada statt, zu der die #15M-Bewegung zuvor aufgerufen hatte [es]. Unter dem Leitspruch “Wir haben unsere Unschuld verloren, weil wir nicht noch mehr Lügen glauben und angesichts dieses schlechten Witzes des Verlustes der Grundrechte nicht schweigen” versammelten sich mehr als 5.000 Personen auf den Straßen Madrids bei der Puerta del Sol.
4এই আন্দোলন মাদ্রিদের রাস্তায় ৫০০০ জনতাকে জড়ো করে, যারা পুয়ের্টা ডেল সোল-এ ফিরে আসে।
5এই সভার পোস্টারPlakat der ‘Cabalgata Indignada'
6@এ্যাকাম্পাডেসাল : এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজ আমরা আবার রাস্তায় ফিরে এসেছি কল্পনা এবং সৃষ্টিশীলতার সাথে আমাদের নিজেদের মধ্যে একাত্মতা ঘোষণা করার জন্য।@acampadasol Das Wichtige ist, dass wir heute auf die Straßen zurückgekehrt sind um mit Fantasie und Kreativität zu demonstrieren.
7অভিনন্দন #১৫এম#আইএমনটইনোসেন্টGlückwunsch, #15M#NoSoyInocente
8@জুভেন্টউডিসিন: #ইনডিগনান্টপ্রোসেসন কার্লোস এবং ড্রামের সাথে মার্চ করে আলাকালা স্ট্রিটে যাচ্ছি। pic.twitter.com/8FFKFQNRJuventud SIN futuro @juventudsin Die #cabalgataindignada läuft mit Weihnachtsliedern und Trommeln auf der Calle Alcalá pic.twitter.com/8FFKFQNR
9জনপ্রিয় এই শোভাযাত্রা এক দাবীর গুরুত্বে ফিরে এসেছে যে #১৫এম, এর মাঝে কিছুটা সময় ব্যায় করেছে।
10তারা তথাকথিত বাজারের একচ্ছত্রতা এবং আর বেশী অংশগ্রহণকারী গণতন্ত্রের দাবীতে আরো কিছুক্ষণ সময় ব্যায় করেছে। এইবার তারা ছুটির দিনের এক উৎসব মুখর পরিবেশের সুবিধা গ্রহণ করেছে।Die Menschenmenge hob erneut die Forderungen von #15M hervor: mehr Bürgerbeteiligung gegen die sogenannte Diktatur der Märkte und mehr Beteiligung bei der Demokratie.
11তারা এটিকে আন্দনমূলক কার্যক্রম[স্প্যানিশ ভাষায়] হিসেবে উদযাপন করে, তারা এক বিশাল সংখ্যক অংশগ্রহণকারীকে সাথে নিয়ে আসে [স্প্যানিশ ভাষায়] যতক্ষণ না তারা পুয়ের্টা ডেল সোল -এ এসে উপস্থিত হয়। ইনডিগনান্ট নামক শোভাযাত্রার শুরু।Dieses Mal nutze man die Weihnachtsfestlichkeiten aus: die Demonstration wurde als Schauspiel [es] ausgeführt, und schaffte es, eine große Anzahl an Teilnehmern [es] in einer Batucada bis zur Puerta del Sol zu versammeln.
12ছবি আল্টারডাডেপেরিডিওকোকালচার. ব্লগস্পট.Beginn der Cabalgata Indignada. http://alteridadperiodicocultural.blogspot.com/
13কম-এর উত্তেজনাSpannungen
14কয়েকদিন আগে, এই ভিডিওটি পোস্ট করেছে, এতে #১৫এম এর ভালোদোলিড সদস্যরা রেয়েছে, যারা বেলন-এর গেটে তাড়িয়ে দেওয়ার মত পরিস্থিতির মাঝে অবস্থান করছে, তারা এই ভাবে কোন স্থান থেকে তাড়িয়ে দেবার নিন্দা জানাচ্ছে।Vor wenigen Tagen wurde dieses Video veröffentlicht, in dem Mitglieder der #15M aus Valladolid bei einer Zwangsräumung von einer Weihnachtskrippe zu sehen sind.
15এই প্রক্রিয়া সারা দেশের জনতার উপর অনুশীলন করা হচ্ছে।Mit diesem Video werden die Zwangsräumungen angeklagt, die in großer Zahl im ganzen Land ausgeführt werden.
16এই শোভাযাত্রার সময় পুলিশের সাথে তর্ক শুরু হয়, যার ফলে পুলিশ বেশ কয়েকজন অংশগ্রহণকারীর উপর হামলা চালায় এবং এমনকি তাদের কাছের এলাকা এপিবিএম-এ আটকে রাখে।Während des Umzugs kam es zu einer Auseinandersetzung mit der Polizei, die erneut einige Teilnehmer anrempelte, und sogar einen Nachbar der APBM festnahm [es].
17শোভাযাত্রার এক উত্তেজনাকর মুহুর্ত।Spannungsmomente während des Umzugs.
18ছবি ফ্লিকার ব্যবহারকারী পিয়েরারসি-এর।Flickr von pierrerc
19শেষে এই শোভাযাত্রা তার দাবি পুনরুদ্ধার করতে সমর্থ হয় এবং আর কোন দুর্ঘটনা ছাড়া তা শেষ হয়, যা প্রদর্শন করে যে, #১৫এম এর শক্তি শায়িত যে কোন উৎসবের সুবিধা গ্রহণের মধ্যে দিয়ে, যা তার দাবিকে তুলে ধারার জন্য নতুন নতুন পন্থা উদ্ভাবন করে চলেছে। এই পোস্টটি ইউরোপের জটিলতা বিষয়ক আমাদের বিশেষ প্রবন্ধের অংশ।Als schließlich wieder Ruhe einkehrte, ging der Umzug ohne weitere Vorfälle weiter, und demonstrierte ein weiteres Mal, dass die Kraft der #15M-Bewegung darin liegt, alle Gelegenheiten zu nutzen, um neue Formen zu finden, um ihre Forderungen kenntlich zu machen.