Sentence alignment for gv-ben-20140501-43026.xml (html) - gv-deu-20140726-23521.xml (html)

#bendeu
1আইডিয়া বক্সঃ পড়ুন, লিখুন, নতুন কিছু তৈরি করুন এবং যোগাযোগ বাড়ানLesen, schreiben, gestalten und kommunizieren mit der Ideenbox
2মানবিক সংকটে পরা শরণার্থীদের অবিলম্বে গুরুত্বপূর্ণ সাহায্যের প্রয়োজন।Alle Links in diesem Artikel führen zu englischsprachigen Webseiten.
3যেমন, খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ, বাসস্থান এবং চিকিৎসা সুবিধা। সেই চাহিদা একবার পর্যাপ্তরূপে সুরাহা হলে, অন্যান্য চাহিদাও শীঘ্রই মাথা চারা দিয়ে ওঠে।Menschen, die vor humanitären Krisen fliehen, haben dringende und elementare Bedürfnisse wie die Sicherstellung von Nahrung, den Zugang zu sauberem Wasser, Unterkunft und Gesundheitsversorgung.
4যেমন, তথ্য ব্যবহারের সুযোগ এবং নিজেদের সৃজনশীলভাবে প্রকাশ করার প্রয়োজনীয়তা।Wenn diese lebensnotwendigen Bedürfnisse erfüllt sind, dann finden sich Flüchtlinge für Monate, wenn nicht jahrelang, in Lagern wieder.
5শরণার্থীদের “পড়তে, লিখতে, নতুন কিছু তৈরি করতে, এবং যোগাযোগ বাড়াতে” ‘আইডিয়া বক্স' নামের একটি নতুন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে।Andere Bedürfnisse rücken in den Vordergrund, wie der Bedarf an Zugang zu Informationen und der Wunsch, sich selbst kreativ auszudrücken.
6এই প্রকল্পের মাধ্যমে তাঁদের প্রয়োজনীয় সরঞ্জাম, কন্টেন্ট এবং সম্ভার প্রদান করা হবে।Das neue Projekt Ideenbox unterstützt Flüchtlinge darin, aktiv zu werden, indem es die notwendigen Werkzeuge, Inhalte und Ressourcen bereitstellt, um zu “lesen, schreiben, gestalten und kommunizieren”.
7উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের হাই কমিশনার (ইউএনএইচসিআর) এর সহযোগিতায় লাইব্রেরিস উইদাউট বর্ডারস (এলডাবলইউবি) প্রতিষ্ঠানের চালু করা এই প্রকল্প অনুযায়ী ‘আইডিয়া বক্স' একটি স্বয়ংসম্পূর্ণ সিস্টেম, যার মাধ্যমে ১৫ টি ট্যাবলেট, উপগ্রহ সংযোগের মাধ্যমে ইন্টারনেট প্রবেশযোগ্য ৪ টি ল্যাপটপ কম্পিউটার, ৫০ টি ই-রিডারস, পর্দা সহ একটি সিনেমা প্রজেক্টরের পাশাপাশি টেবিল এবং চেয়ার ২০-মিনিটেরও কম সময়ের মধ্যে সম্প্রদায়ে সরবরাহ করা হবে।Die Ideenbox ist ein Projekt von Libraries without Borders (LWB) in Zusammenarbeit mit dem Hochkommissar der Vereinten Nationen für Flüchtlinge (UNHCR). Es handelt sich dabei um eine eigenständige Einheit, die innerhalb von zwanzig Minuten aufgebaut werden kann und eine Gemeinschaft mit fünfzehn Tablets, vier Laptops mit Internetzugang über eine Satellitenverbindung, fünfzig E-Book-Reader, einem Filmprojektor mit Leinwand und Tischen und Stühlen versorgt.
8এছাড়াও ফ্রি কন্টেন্ট হিসেবে ৫,০০০ ই-বই এবং ১০০ টি সিনেমা আইডিয়া বক্স এর ব্যবহারকারীদের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।An Material sind außerdem 5.000 E-Books und hundert Filme für die Nutzer der Ideenbox verfügbar.
9এছাড়াও অফলাইন বিষয়বস্তুগুলো উইকিপিডিয়া, খান একাডেমি এবং অন্যান্য ই-লার্নিং সরঞ্জাম, যেগুলো কোডিং এবং কম্পিউটার প্রোগ্রামিং এর উপর কোর্স প্রদান করে তা সরবরাহ করবে।Ohne Internetzugang kann außerdem auf Wikipedia, die Khan Academy und andere Instrumente des E-Learnings zurückgegriffen werden, zu denen unter anderem Kurse in Verschlüsselung und Computerprogrammen gehören.
10এই সংক্ষিপ্ত ভিডিওতে, এলডাবলিউবি কর্মীরা আইডিয়া বক্সের ব্যপারে বিস্তারিত বলেছেন:In diesem kurzen Video entpacken Mitarbeiter von LWB eine Ideenbox und bauen sie zusammen:
11Die Ideenbox hat einen weiteren starken Fokus auf Gestaltung und bietet dazu HD-Kameras an und handliche GPS-Einheiten, die Gemeinschaften dazu befähigen sollen, ihre eigenen Filme, Fotos und gemeinsam erstellte und genutzte Landkarten zu schaffen.
12এইচডি ক্যামেরা এবং হাতে ব্যবহৃত জিপিএস ইউনিটের মতো সরঞ্জাম ব্যবহার করে নতুন কিছু সৃষ্টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে।Die Ideenbox fand eine erste Anwendung im Februar 2014 in Flüchtlingslagern in Burundi.
13এগুলো সম্প্রদায়কে তাদের নিজস্ব ছায়াছবি, ফটোগ্রাফ এবং অংশগ্রহণমূলক মানচিত্র তৈরি করতে উৎসাহিত করবে।Es ist vorgesehen, sie auch nach Jordanien und den Libanon in syrische Flüchtlingslager zu bringen.
14নতুন আইডিয়া বক্স প্রকল্পটি প্রথমে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে বুরুন্ডির উদ্বাস্তু শিবিরে অনুষ্ঠিত হয়েছে।Dieses Video zeigt den Einsatz in Burundi: Erste Berichte über die Anwendung sind auf dem Blog der Ideenbox dokumentiert.
15জর্ডান ও লেবাননের সিরিয় শরণার্থী ক্যাম্পেও এটি স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই ভিডিওটি বুরুন্ডি স্থাপনার উপর দৃষ্টি নিবদ্ধ করেছে:Hier teilen die Koordinatoren ihre Erfahrungen damit, mit der lokalen Gemeinschaft in Interaktion zu treten und sie zu unterstützen, aktiv zu werden.
16আইডিয়া বক্স ব্লগে এই স্থাপনার উপর প্রারম্ভিক প্রতিবেদন নথিভুক্ত করা হয়েছে।In Burundi berichtet Benjamin, dass innerhalb des ersten Monats bereits tausend Menschen von den Ressourcen profitiert haben.
17সেখানে সাইট সমন্বয়কারীরা স্থানীয় সম্প্রদায়ের সাথে তাদের কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।Er beschreibt den typischen Nutzer im Lager in Burundi folgendermaßen: Dreißig zehnjährige Kinder sitzen begeisternd lachend vor dem Zeichentrickfilm “Kirikou”.
18বেঞ্জামিন বলেছেন, বুরুন্ডিতে ১০০০ জন ব্যবহারকারীরা প্রথম মাসে এই সম্পদের সদ্ব্যবহার করেছেন।Zwei Fünfzigjährige entdecken die Tablets. Männer, die täglich kommen, um etwas über die Geschichte des Kongos zu lesen.
19তিনি বুরুন্ডি শিবিরের সাধারণ ব্যবহারকারীদের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেছেন:Studenten, die jeden Tag zwei Stunden erscheinen, sich Notizen machen und sich für ihren Unterricht vorbereiten.
20​১০ বছর বয়সী ৩০ জন শিশু “কিরিকু” কার্টুন দেখে ব্যগ্র হয়ে হাসাহাসি করছে; ৫০ বছর বয়সী ২ জন ট্যাবলেট খুঁজে পেয়েছেন, প্রতিদিন মানুষ আসে কঙ্গোর ইতিহাস পড়তে; প্রতিদিন ২ ঘণ্টার জন্য শিক্ষার্থীরা এখানে আসে নোট লিখতে এবং ক্লাসের জন্য প্রস্তুতি নিতে; যুবতীরা বই পড়ে এবং ভিডিও দেখে তাঁদের দিন কাটিয়ে দেয়; চতুর্থ শ্রেণির ছাত্ররা স্কুল শেষে দল বেঁধে আসে এবং গভীর মনোযোগ দিয়ে ব্যকরণ অথবা আফ্রিকার ভূগোল পড়ে…… এবং আরও শত শত শরণার্থীরা এখানে আসে এবং গভীর কৌতূহল নিয়ে সব কিছু দেখে…… শরণার্থীদের আইডিয়া বক্স নিয়ে কাজ করাতে কোন অসুবিধা নেই।Junge Mädchen, die ihren Tag damit verbringen, Bücher zu lesen und Videos anzuschauen. Viertklässler, die gemeinsam nach der Schule auftauchen und hochkonzentriert die Grammatik durchgehen oder das, was sie für afrikansiche Geographie gelernt haben… und alle anderen, hunderte Flüchtlinge, die kommen und sich neugierig umschauen… Die Flüchtlinge haben keine Schwierigkeit damit, sich die Ideenbox zu eigen zu machen.