Sentence alignment for gv-ben-20091226-8180.xml (html) - gv-deu-20091214-1401.xml (html)

#bendeu
1ইরান: জেলে থাকা ছাত্রকে সমর্থন করতে পুরুষরা হিজাবে ঢেকেছে মুখIran: Männer in Hijab unterstützen inhaftierten Studenten
2শত শত ইরানী পুরুষ হিজাবে ঢাকা মহিলা হিসেবে সেজেছেন মাজিদ তাভাকোলির সমর্থনে। এই বিপ্লবী ছাত্রকে গত ৭ই ডিসেম্বর গ্রেপ্তার করা হয় নারীদের প্রতি একাত্মতা প্রকাশের জন্য।In Hijab haben sich Hunderte von Iranern zur Unterstützung von Majid Tavakoli, einem Studenten-Aktivisten, der am 7. Dezember verhaftet wurde, als Frauen gekleidet.
3ইরানী কর্তৃপক্ষ দাবি করেন যে তেহরানে ছাত্র দিবসে ভাষণ দেয়ার পরে জনাব তাভাকোলি নারীদের মতো সেজে ছিলেন পালানোর জন্য।Iranischen Behörden behaupten, Herr Tavakoli hätte sich als eine Frau verkleidet, nachdem er am Studententag in Teheran eine Rede gehalten hatte.
4তবে মানবাধিকার কর্মীরা ইরান থেকে চাক্ষুষ সাক্ষীর উপরে ভিত্তি করে একটি রিপোর্ট প্রকাশ করেছেন: “রাষ্ট্র মিডিয়া কর্তৃক প্রকাশিত সকল ছবি নকল আর ইরানে ছাত্র আর নাগরিক কর্মীদের প্রতি পরিষ্কার অনৈতিক পদ্ধতির ব্যবহার।”Menschenrechtsaktivisten in Iran haben jedoch den Bericht eines Augenzeugen veröffentlicht: “Alle von den staatlichen Medien veröffentlichten Bilder sind falsch und ganz klare unmoralische Mittel gegen die Studenten und Zivil-Aktivisten in Teheran.”
5শত শত ইরানী পুরুষ এখন তাদের ফেসবুক প্রোফাইলে নারীদের মতো পোশাক পরা।Hunderte von Iranern zeigen sich jetzt in ihrem Facebook-Profilen als Frauen.
6এখানে মাজিদের সমর্থনে একটি ইউটিউব ভিডিও দেখা যাবে যেখানে কিছু এই ধরনের ছবি সংগ্রহ করা হয়েছে ( ৪২ সেকেন্ড পরে শুরু হয়)।Hier ist ein YouTube-Video von Majid, in dem einige der gesammelten Fotos gezeigt werden (beginnt nach 42 Sekunden).