Sentence alignment for gv-ben-20111217-21760.xml (html) - gv-deu-20111213-5169.xml (html)

#bendeu
1সৌদি আরবঃ ডাইনি শিকার চলছে; “ডাইনি” অভিযোগে এক ৬০ বছরের নারীর শিরোচ্ছদSaudi Arabien: Die Hexenjagd geht weiter. Frau wegen “Hexerei” zum Tode durch Enthauptung verurteilt
2সৌদি আরবে, “তন্ত্রমন্ত্র এবং জাদুটোনা” অনুশীলন করার দায়ে ৬০ বছর বয়স্ক এক নারীর শিরোচ্ছেদ করা হয়েছে।In Saudi-Arabien wurde eine 60-jährige Frau wegen Hexerei und Zauberei zum Tode durch Enthauptung verurteilt [en].
3গতকাল দেশটির উত্তরের প্রদেশ জাওয়াফ-এ, আমিনা বিনতে আবদুল হালিম বিন সালাম নাসের-এর শিরচ্ছেদ-এর ঘটনা, আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থার মধ্যে এক ক্ষোভের সঞ্চার করেছে এবং টুইটারে নেট নাগরিকদের মাঝে প্রবল বিদ্রূপের সৃষ্টি করেছে”।Die Enthauptung von Amina bint Abdul Halim bin Salem Nasser in der nordwestlichen Provinz Jawf hat den Zorn internationaler Menschenrechtsorganisationen erregt und den Spott von Internetnutzern auf Twitter entfacht.
4সংবাদপত্রের সংবাদ অনুসারে, গ্রেফতার হওয়া উক্ত নারীর বিরুদ্ধে ধর্মীয় পুলিশ অভিযোগ আনে যে “সে মানুষকে বিশ্বাস করাতো যে, তার রোগ সারানোর ক্ষমতা রয়েছে”।Laut Medienberichten wurde die Frau von der Religionspolizei festgenommen, weil sie “den Leuten vortäusche, sie könne Krankheiten heilen” und für diese “Behandlung” Geld verlange.
5আর সে রোগ সারানোর জন্য টাকা দাবী করত। ২০০৯ সালে তাকে গ্রেফতার করা হয় এবং সৌদি এক আদালত তাকে দোষী সাব্যস্ত করে।Sie wurde im April 2009 verhaftet und von einem saudischen Gericht verurteilt.
6এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই শিরচ্ছেদের ঘটনাকে উল্লেখ করেছে “ভয়াবহ বলে এবং তারা সৌদি আরবে অনতিবিলম্বে এই প্রকার শিরচ্ছেদ বন্ধের উপর গুরত্ব আরোপ করেছে”।Amnesty International hat die Enthauptung wie folgt beschrieben [en]: “zutiefst schockierend und gleichzeitig ein drängendes Zeichen dafür, die Todesstrafe in Saudi-Arabien zu stoppen.”
7মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কার্যক্রমের অর্ন্তবর্তীকালীন প্রধান ফিলিপ লুথার বলেন “তন্ত্রমন্ত্র এবং জাদুটোনা” মত অভিযোগ -সৌদি আরবে ঠিক অপরাধ হিসাবে এর সজ্ঞা নিশ্চিত করা হয়নি এবং এই সব অভিযোগের মাধ্যমে শিরচ্ছেদের মত কাজ নিষ্ঠুর এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে তা সত্যিকার অর্থে ভয়ঙ্কর”।“Der Vorwurf der ‘Hexerei und Zauberei' ist in Saudi-Arabien nicht als Straftat definiert und diesen als Vorwand zu nehmen um jemanden zur grausamen Todesstrafe zu verurteilen ist wirklich entsetzlich,” sagte Philip Luther, Amnesty Internationals vorläufiger Direktor des Programms Nordafrika und Naher Osten.
8টুইটারে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী থেকে আহমেদ আল আত্তার রসিকতা করেছে :Bei Twitter spottet Ahmed All Attar aus Abu Dhabi, Vereinigte Arabische Emirate:
9@আহমেদআলআত্তার:আসুন সবাই মিলে সৌদি আরবকে অভিনন্দন জানাই, বিভ্রান্ত এক বিচারে এক “ডাইনির” শিরচ্ছেদের জন্য।@AhmedwAlAttar: Lasst uns alle den Saudis gratulieren, die Enthauptung einer fragwürdig verurteilten “Hexe” bedeutet, dass sie nun im 16. Jahrhundert angekommen sind.
10আরব আমিরাতের সাংবাদিক টম গারা ঠাট্টা করছে:Der in den Vereinigten Arabischen Emiraten tätige Journalist Tom Gara scherzt:
11@টমগারা: সৌদি আরব কি জানে না যে, ডাইনির মাথা কেটে ফেলার পর তার যাদুকরী ক্ষমতা আরো বেড়ে যায়?@tomgara: Wissen die Menschen in Saudi-Arabien nicht, dass eine Enthauptung die magischen Kräfte einer Hexe nur noch vergrößert?
12কানাডার কেভিন কার্টার এর সাথে করে:Und der Kanadier Kevin Carter ergänzt:
13@ওয়াপিমাসকাওয়া৬৯:ডাইনি অভিযোগে এক নারীর শিরোচ্ছেদ করা হয়েছে।@wapimaskwa69: Frau geköpft weil sie eine Hexe ist.
14একটি মন্টি পাইথন নামক নাটকের কোন দৃশ্য নয়, সৌদি আরবের স্বাভাবিক আরেকটি দিন।Kein Witz von Monty Python, lediglich ein weiterer Tag in Saudi-Arabien.
15কাতার ভিত্তিক ফরেন পলিসি ব্লগের ব্লাক হাউনশেল প্রশ্ন করেছে:Blake Hounshill, der in Katar arbeitende Redakteur der Zeitschrift Foreign Policy, fragt:
16@ব্লাকহাউনশেল: জানতে ইচ্ছে করছে: সৌদি আরবে কি ভাবে একজনের বিরুদ্ধে ডাকিনীবিদ্যার অভিযোগ আনা হয়?@blakehounshell: Ich bin neugierig: wie beweist man in Saudi-Arabien den Vorwurf der Hexerei?
17এই প্রশ্নের উপর বেশ কিছু মজার প্রতিক্রিয়া এসেছে, ওমানের মাস্কট থেকে, ফাতেমা মাক্কি প্রতিক্রিয়া প্রদান করেছে:Die Frage hat einige sarkastische Reaktionen verursacht. Fatma Makki aus Maskat im Oman antwortet:
18@ফাতামো: @ব্লাকহাউনশেল ১) যদি দেখেন যে তাকে একটা তেলের ব্যারেলে ফেলে দিলে সে ভেসে উঠছে। ২) তাকে গাড়ির চাবি দিন, যদি সে জানে যে তা দিয়ে কি করতে হবে তাহলে ধরে নিতে হবে যে অবশ্যই সে এক ডাইনি।@fatamo: @blakehounshell 1) Schau ob sie oben schwimmt wenn Du sie in ein Fass Öl steckst 2) Gib ihr Autoschlüssel: wenn sie weiß, was damit anzufangen ist, ist sie offensichtlich eine Hexe.
19এবং বাহারাইনী আবদুল্লাহ আল রামাইয়া উল্লেখ করেছে:Und Abdulla Al Romaihi aus Bahrain ergänzt:
20@আবদুল্লাহ২৮৭:না , যাদের উপর সন্দেহ হয় যে তারা ডাইনি, তাদের ধরে এরা খাঁড়ির উপর থেকে ফেলে দেয়, যদি সে তখন পড়ে না গিয়ে উড়তে শুরু করে, তাহলে বোঝা যায় যে সে ডাইনি, আর যদি সে তা না করতে পারে, তাহলে সে উপর থেক পড়ে মারা যায় এবং বেহেশতে চলে যায় ( :@Abdulla287: Nein, schubst sie von einer Klippe und wenn sie fliegt ist sie eine Hexe, falls nicht dann stirbt sie und kommt in den Himmel ( :
21এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সূত্র মতে সৌদি আরব-এ বছর ৭৯ জন নাগরিকের শিরচ্ছেদের মাধ্যমে প্রাণদণ্ড কার্যকর করা হয়েছে, এর মধ্যে ৫ জন ছিল নারী।Saudi-Arabien hat dieses Jahr, laut Amnesty International, an mindestens 79 Menschen die Todesstrafe vollstreckt, darunter fünf Frauen.
22গত বছর ২৭ জনের শিরচ্ছেদ করা হয়, সেই অনুপাতে এ বছর এই সংখ্যা অন্তত তিন গুণ বৃদ্ধি পেয়েছে।Das ist drei Mal mehr als im vergangenen Jahr, als 27 Menschen geköpft wurden.
23মানবাধিকার প্রতিষ্ঠান সমূহ-এর সাথে যোগ করেছে:Die Menschenrechtsorganisation fügt hinzu:
24ধারণা করা হচ্ছে যে আগামীতে আরো প্রায় একশ জনের মত নাগরিকের শাস্তি হিসেবে শিরচ্ছেদ করা হবে, যাদের অনেক-কে মাদক পাচারের দোষে অভিযুক্ত হয়েছে।Es wird angenommen, dass weitere Hunderte Menschen zum Tode verurteilt sind, viele von ihnen wegen Drogendelikten.
25এই সমস্ত অভিযুক্তদের অনেকে, অনেক সময় নিজের সাফাই প্রদান করার জন্য উকিল পায় না এবং অনেক ক্ষেত্রে মামলার গতি প্রকৃতি সম্বন্ধে তাদের কোন ধারণা প্রদান করা হয় না।In vielen Fällen hatten diese Menschen keinen Anwalt vor Gericht und keine Informationen über den Ablauf ihres Gerichtsverfahrens.