# | ben | deu |
---|
1 | ইরান: নিরাপত্তা বাহিনী আরো একবার পোষা কুকুর আটক করছে | Iran: Erneut Haushunde von Sicherheitskräften beschlagnahmt Hunde, die in Teheran von Sicherheitskräften beschlagnahmt wurden. |
2 | তেহরানে নিরাপত্তা বাহিনীর হাতে আটক পোষা কুকুর। | Foto von Iranspca.com, mit Genehmigung genutzt. |
3 | ছবি ইরানস্পাকা. কম-এর, অনুমতিক্রমে প্রকাশিত। | Alle Links in diesem Artikel führen, soweit nicht anders gekennzeichnet, zu englischsprachigen Webseiten. |
4 | ইরানের রাজধানী তেহরানে আবার পোষা কুকুর আটক করা শুরু হয়েছে, এবং ২০০৭ ও২০১১ সালে একই ধরনের ঘটনা ঘটেছিল। | In Teheran, Iran, wurden Haushunde erneut von den Sicherheitskräften beschlagnahmt, ein Déjà-vu der Ereignisse von 2007 und 2011. |
5 | পরাবাস্তব কিন্তু সত্য। | Surreal aber wahr. |
6 | পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধে ইরানী সমাজ নামক প্রতিষ্ঠান সংবাদ প্রদান করেছে যে [ফরাসী ভাষায়], যখন কুকুরের মালিকেরা সেগুলোকে হাঁটাতে পারদেশিয়ান নামক উদ্যানে নিয়ে যায়, তখন সেগুলোকে গ্রেফতার করা হয়। | Die Iranian Society for Prevention of Cruelty Against Animals [Iranische Gesellschaft zur Prävention von Grausamkeit gegen Tiere] berichtet [fa], dass letzte Woche ungefähr 20 Hunde im Pardisan Park beschlagnahmt wurden, während sie von ihren Besitzern spazieren geführt wurden. |
7 | কুকুরগুলোকে একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেটিকে আমরা জেল বলে অভিহিত করব। | Sie wurden in ein Zentrum gebracht, nennen wir es Gefängnis. |
8 | এই সব কুকুরের মালিকেরা এখন পর্যন্ত তাদের কুকুরগুলোকে উক্ত জেল থেকে ছাড়িয়ে আনতে ব্যর্থ হয়েছে। | Es ist den Besitzern bisher nicht gelungen, ihre Tiere zurückzuerhalten. |
9 | নীচের এই ভিডিওটি প্রদর্শন করছে যে, উক্ত কেন্দ্রে থাকা কুকুরগুলো অস্বস্থিকর অবস্থায় রয়েছে। | Das folgende Video zeigt die verstörten Tiere hinter Gittern. |
10 | দৃশ্যত মনে হচ্ছে যে “মানুষের সেরা বন্ধু” প্রাণীটি ইরান সরকারের শত্রু। | Es scheint, dass des “Menschen bester Freund” ein Feind der islamischen Republik ist. |
11 | ইরান সরকার কুকুর পোষাকে একটি অনৈসলামিক সংস্কৃতি বলে মনে করে, কিন্তু বেশীরভাগ ক্ষেত্রে তারা বিষয়টিকে মেনে নেয়। | Die iranische Regierung hält das Halten von Haushunden für un-islamisch, hat es aber bisher weitgehend toleriert. |
12 | এটি সম্ভব হয়েছে কারণ ইরানে যারা কুকুর পোষে, তাদের বেশীর ভাগই শহুরে এবং শিক্ষিত তরুণ। তবে সম্ভবত কুকুর এখন আরো বেশী সরকারী ঘৃণার জন্ম দিচ্ছে। | Es ist möglich, dass Hunde nun wieder auf mehr Feindseligkeit von offizieller Seite stoßen, da die Menschen, die am wahrscheinlichsten Hunde halten, Irans städtischer und gebildeter Jugend angehören. |