Sentence alignment for gv-ben-20101030-13258.xml (html) - gv-deu-20101026-2465.xml (html)

#bendeu
1নেপালের দাশাইন উৎসবের সময়ে পশুর প্রতি নিষ্ঠুরতা নিয়ে বিতর্কDiskussion über Tiermisshandlung beim Dashain-Fest in Nepal
2Hindu goddess Durga.Hindu goddess Durga.
3Photo by Christina Kundu, Wikimedia Commons.Photo by Christina Kundu, Wikimedia Commons.
4দাশাইন, নেপালের সর্বাধিক পালিত উৎসব, এই বছর ২২ অক্টোবর শুক্রবার শেষ হচ্ছে।Dashain, Nepals meist gefeiertes Fest, wird dieses Jahr am 22. Oktober enden.
5পনের দিনব্যাপী এই উৎসব দূর্গা ঠাকুরের সম্মানে পালিত হয়; যিনি ক্ষমতার, সমৃদ্ধির, মাতৃস্নেহ আর দুষ্টগ্রহের নাশকতার প্রতিক।Während den fünfzehn Tage dauernden Feierlichkeiten wird die Göttin Durga verehrt; sie ist ein Symbol von Macht, Wohlstand, Mutterliebe und der Bekämpfung des Bösen.
6বিশ্বব্যাপী নেপালীরা দাশাইনকে আড়ম্বর সহকারে পালন করেন যেহেতু এটা সমাজ আর পরিবারকে একত্র করে।Nepalesen auf der ganzen Welt feiern mit Begeisterung, da es Gemeinschaften und Familien zusammenbringt.
7কিন্তু সাম্প্রতিক কালে এই প্রিয় অনুষ্ঠান বেশ কয়েকটা কারনে সমালোচনার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে পশুর প্রতি নিষ্ঠুরতার জন্য।Aber seit einiger Zeit wird dieser geliebte Feiertag aus diversen Gründen kritisiert, vor allem wegen Tiermisshandlung.
8যেহেতু দুর্গাকে ক্ষুধার আর খারাপের নাশক হিসাবে পুজা করা হয়, নেপালের মন্দিরব্যাপী দাশাইনে পশু বলী দেয়া হয়।Da die Göttin Durga als Machtsymbol und Symbol der Bekämpfung des Bösen angebetet wird, werden während der Dashain Feierlichkeiten in Tempeln in ganz Nepal Tiere geopfert.
9এই বলী দুষ্টগ্রহের নাশের প্রতীক হিসাবে দেখা হয় আর ভক্তরা মনে করেন যে এটা ঠাকুরকে প্রীত করবে।Dieses Opfer symbolisiert die Bekämpfung des Bösens und die Verehrer hoffen, die Göttin zufriedenzustellen.
10গত বছর, বিভিন্ন দল র‍্যালী আর মিটিং এর আয়োজন করেন যেখানে মানুষের প্রতি আহ্বান জানানো হয় ধর্মের নামে পশু বলি দেয়া বন্ধ করতে।Letztes Jahr organisierten mehrere Gruppen Demostrationen und öffentliche Versammlungen, um den Opfern von Tieren im Namen der Religion ein Ende zu setzen.
11গ্লোবাল ভয়েসেস ‘আরও বেশী মানবিক দাশাইন উৎসব‘ শিরোনামে একটি পোস্টে এই বিষয়ের উপর আলোকপাত করেছে।Global Voices berichtete über dieses Thema im folgenden Artikel: Towards a More Humane Dashain Festival .
12দূর্ভাগ্যবশত এই ধারা এখনো চলছে আর এই বছরের দাশাইন উৎসব দেশব্যাপী অসংখ্য পশুর বলী দেখেছে। চেঞ্জ.Leider werden diese Aktionen weiter vorgenommen und dieses Jahr sah man auch im ganzen Land viele Tieropfer während der Dashain Festlichkeiten.
13অর্গ এর লরা গোল্ডম্যান প্রস্তাব দিয়েছেন যে ভক্তদের উচিত ‘নেপালের দাশাইন উৎসবের সময়ে মোষের বদলে চালকুমড়া বলী দেয়া।”Laura Goldman schlägt auf Change.org vor, dass die Verehrer “Kürbisse opfern sollen, nicht Büffel, während der Dashain Festlichkeiten in Nepal”:
14“… নেপাল পশু কল্যান নেটওয়ার্ক (এডাব্লিউএনএন) আরো দয়ালু, মানবতা মূলক পুজার জন্য ভালো ধারণা দিয়েছে।“…das Animal Welfare Network Nepal (AWNN), das Tierschutznetzwerk in Nepal, hat eine bessere Idee für ein freundlicheres und sanfteres Opfer.
15মোষ বলী না দিয়ে তার স্থলে কেননা চালকুমড়া বলী দেই?Warum nicht anstatt eines Büffels einen Kürbis schlachten?
16ছাগলের বদলে একটা নারিকেল?Eine Kokosnuss anstatt einer Ziege?
17এর ফলেও তো বক্তব্য পৌঁছাবে, কিন্তু অনেক বেশী মানবিক হবে (আর কম ভয়াবহ)।Die Idee ist dieselbe, aber es wäre viel humaner (und weniger grausig).
18নেটওয়ার্ক এই বছরের প্রথম দিকে পশু বলী বন্ধ করুন কর্মসূচি শুরু করেন বারার গাধিমাই উৎসবের সময়ে, যখন ২৪ ঘন্টার মধ্যে ২০০,০০০ পশু বলী দেয়া হয়।”Dieses Netzwerk wurde dieses Jahr während der Gadhimai Festlichkeiten in Bara gegründet, als 200.000 Tiere in 24 Stunden geopfert wurden, die Kampagne “Stop Animal Sacrifice”.”
19অনেকে ধর্মীয় বাণীর ব্যাপারেও বলেছেন আর ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন যে পশু বলী হিন্দু নীতির সাথে সমন্বয়ক না।Einige Menschen zeigen auch auf die heilige Scrifft und versuchen die Verehrer zu verunsichern, indem sie sagen, dass Tieropfer nicht in Übereinstimmung mit den hinduistischen Prinzipien sind.
20অ্যানিমাল রাইটস নেপাল বলেছে যে মাতৃপ্রেমের প্রতীক এই দেবী পশু বলী দ্বারা সন্তুষ্ট হতে পারেন না, যেহেতু তিনি তার নিজের সৃষ্টির মৃত্যু প্রত্যক্ষ করবেন।AnimalRights Nepal sagt, dass die als Symbol der Mutterliebe stehende Göttin nicht durch Tieropfer befriedigt werden kann, da sie zuschauen würde, wie ihre eigenen Geschöpfe getötet werden.
21“পশু অধিকার নিয়ে হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে, দেব দেবীদের খুশি করার জন্য কোন ধরণের পশু বলীর কথা বলা হয়নি, যারা তাদের নামে কখনো তাদের নিজেদের কোন পশু বলীর কথা বলবেন না।“In den religiösen Texten des Hinduismus steht nichts über Tierrechte, es steht auch nichts über Tieropfer, um Götter und Göttinen zu befriedigen, die es nie zulassen würden, dass ihre eigenen Geschöpfe in ihrem Namen geschlachtet werden.
22মানুষ এইসব নিরাপরাধ পশুকে তাদের স্বার্থের কারনে বলি দিচ্ছে।Der Mensch tötet diese unschuldigen Geschöpfe aus eigenem Motiv.
23বাস্তবে হিন্দু ধর্ম আর জীবন দর্শনের বিরুদ্ধ এটা।In Wirklichkeit ist es gegen die hinduistische Religion und Lebensweise.
24সহ জীবদের জন্য যে সম্মান থাকা দরকার তা মেনে চলা উচিত।”Der Respekt, den es für andere Lebewesen geben muss, muss bewahrt werden.”
25মজার ব্যাপার, দাশাইনে পশু বলীর ঘটনা কেবলমাত্র নেপালের ভিতরে বড় একটা ব্যাপার।Interessanterweise ist die Diskussion über Tieropfer während der Dashain-Festlichkeiten nur in Nepal ein wichtiges Thema.
26বিদেশে যেসব নেপালী দাশাইন উদযাপন করছেন তারা বেশীরভাগ এই ব্যাপারে চুপ, বেশীরভাগ এই কারনে যে ইউরোপ আর উত্তর আমেরিকাতে বসবাসরত ব্যক্তিরা দাশাইনের উদযাপনে পশু বলী দিতে পারেন না।Nepalesen, die außerhalb des Landes Dashain feiern sind meistens still, vor allem, weil außerhalb von Nepal - vor allem in Europa und Nordamerika- Tieropfer nicht Teil der Dashain Festlichkeiten sind.
27পশু বলী নিয়ে বিতর্ক সত্ত্বেও আর এই ব্যাপারে বাড়তে থাকা মিডিয়ার দৃষ্টি সত্ত্বেও, দাশাইন দেশে আর বিশ্বের অন্যান্য স্থানে নেপালীদের জন্য বিশেষ স্থান দখল করে রাখে।Trotz der Kontroversen über das Thema Tieropfer und der Aufmerksamkeit der internationalen Medien, genießt das Dashian-Fest noch immer eine besondere Rolle in den Herzen und Seelen der Nepalesen auf der ganzen Welt.
28দাশাইনের টিকা।Dashain Tika.
29ছবি ফ্লিকার ব্যবহারকারী ডল ড্যামড এর সৌজন্যে।Bild von Flickr-User Doll Damned.
30সিসি বাই-এনসি-এনডিCC BY-NC-ND
31আফগানিস্তানে, ব্রিটিশ গুর্খা বাহিনী দাশাইনকে ঐতিহ্যবাহী রূপে উদযাপন করেছে, সনাতনী টিকা (সিঁদুর, দই আর চাল দিয়ে তৈরি) আর গুরুজনের আর্শীবাদ নিয়ে।In Afghanistan, feierten die britischen Gurkha-Truppen Dashain auf die traditionelle Art und Weise, mit dem üblichen Tikka (aus Vermilionpuder, Joghurt and Reiskörnchen hergestellt) und dem Segen der Älteren.
32“গূর্খারা তাদের প্রতিটি প্যাট্রোল বেইজে ছোট একটা মন্দির স্থাপন করেছে সাপ্তাহিক প্রার্থনার জন্য।“Die Gurkhas haben in jeder ihrer Patroillienbasen einen Tempel für ihre wöchentlichen Anbetungen und Segen gebaut.
33আগস্টে ব্যাটেলিয়ন পন্ডিত গুর্খাদের সাথে নাহর-এ-সারাজে দেখা করেন ও পুজা করেন এবং প্রতিটি সেনাকে টিকা (কপালে লাল ফোঁটা দিয়ে) আশীর্বাদ করেন।Im August besuchte der Bataillon Pundit (hinduistischer Geistlicher) die Gurkhas in Nahr-e Saraj. Er hielt eine Messe im Tempel und segnete jeden Soldat mit einer Tikka (einen roten Punkt auf der Stirn).
34দাশাইন উৎসবের সময়ে মন্দিরে ফলের ভোগ দেয়া হয় আর সেনাদের জন্য প্রতিদিন সকালে প্রার্থনা অনুষ্ঠিত হয়।Während der Dashain-Festlichkeiten werden Früchte als Opfer in den Tempeln gelassen und jeden Morgen gibt es eine Messe für die Soldaten.
35দাশাইনের সময়ে অনেক গুর্খাকে লাল টিকা পরা অবস্থায় দেখা যায়- নিরাপত্তা আর উৎকর্ষতার জন্য প্রার্থনা যখন তারা তাদের অপারেশনের ভ্রমণের শেষ পর্যায়ে পৌঁছান আর তাদের পরিবারের কাছে পৌঁছান।”Viele Gurkhas haben während der Dashain Festlichkeiten rote Tikkas auf der Stirn, Segen für Sicherheit und Wohlstand für die Zeit, bis sie wieder nach Hause zu ihren Familien zurück können und ihre Arbeit beendet haben.”
36সাংস্কৃতিকভাবে মিশ্রিত পরিবারেও দাশাইন উৎসাহের সাথে পালিত হয়।Auch in Familien mit verschiedenen Kulturen wird Dashain mit Begeisterung gefeiert.
37একজন আমেরিকান যিনি নেপালির সাথে সম্পর্কিত, তার ব্লগ আমেরিকানেপালীতে লিখেছেন এই উৎসব পালনের অভিজ্ঞতার কথা।Eine Amerikanerin, die mit einem Nepalesen zusammen ist, schreibt auf ihrem Blog AmericaNepali über ihre Erfahrung, als sie das Fest beobachtete.
38যে কোন ধর্মীয় কাজের মতো, দাশাইন তার নিজস্ব নীতি আর চ্যালেঞ্জ নিয়ে আসে, কিন্তু এইসব চ্যালেঞ্জের মোকাবেলা করে এইসব পালনে যে বিশাল আনন্দ আসে তা অবজ্ঞা করা যায়না।Wie bei allen religiösen Aktivitäten, bringt Dashain auch eigene moralische und ethische Herrausforderungen mit sich, aber wir können die enorme Freude und den enormen Reichtum, den diese Aktivitäten sich bringen, wenn wir uns diesen Herausforderungen stellen, nicht ignorieren.