Sentence alignment for gv-ben-20150828-50120.xml (html) - gv-deu-20150923-32572.xml (html)

#bendeu
1ভোজনরসিক এক জাপানি তরুণীর গল্প, খাবার খেয়েই দুনিয়াব্যাপী পরিচিতি
2Screencap from ইয়োকা কিনোশিতার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট।Der beeindruckende Appetit einer japanischen Frau macht im Internet Hunger auf mehr
3তার নাম ইয়োকা কিনোশিতা। জাতে জাপানি।Screencap von Kinoshita Yukas offiziellem YouTube-Channel
4ভোজনরসিক হিসেবে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন। একবার খেতে বসলে এক হাঁড়ি খাবার শেষ করা ছাড়া যেন তৃপ্তিই মেটে না!Eine japanische Frau namens Yuka Kinoshita (木下ゆうか) lebt den Traum alles essen zu können und davon eine ganze Menge und das anscheinend ohne gesundheitsschädliche Auswirkungen.
5ভাবছেন, এত বেশি খায় যখন, শরীরে না জানি কত রোগ বাসা বেঁধেছে!
6না, তাও নয়। কিনোশিতা দিব্যি সুস্থ, সবল আছেন।Kinoshita, die sich selbst als “professionelle Wettbewerbsesserin” beschreibt, ist zudem eine engagierte YouTuberin.
7কিনোশিতা নিজেকে পেশাদার খাদক হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন।
8নিজের খাদকগিরির পরিচয় সবার কাছে তুলে ধরতে ইউটিউবে একটি চ্যানেলও খুলেছেন।
9সেখানে তার জীবনবৃত্তান্ত থেকে জানা যাচ্ছে, তিনি বিভিন্ন রেস্টুরেন্টের খাবার প্রতিযোগিতার প্রচারণা কাজে অংশ নেন।
10আর এ থেকে জীবিকা নির্বাহের অর্থের একটি অংশ আসে। ইউটিউব এবং টুইটারে তার ভক্তের সংখ্যা কম নয়।Laut ihres YouTube-Profils verdient Kinoshita teilweise ihren Lebensunterhalt mit dem Empfehlen von Restaurants, die Essenswettbewerbe ausrichten.
11আর তাদের জন্য তিনি প্রতিদিনই খাওয়া-দাওয়ার ভিডিও আপলোড করে থাকেন। ভিডিওগুলোতে কত কম সময়ে অধিক পরিমাণ খাবার খেতে পারেন, সেটাই তুলে ধরেন তিনি।Um den Anforderungen ihrer Fans gerecht zu werden läd Kinoshita jeden Tag Videos hoch, die sie beim Verzehr von großen Mengen an Nahrungsmitteln zeigen und dies innerhalb einer kurzer Zeit .
12উদাহরণ হিসেবে কিনোশিতা'র বিফস্টেক বোলের ভিডিওটির কথা বলা যায়। এতে খাবারের পরিমাণ ছিল ৭ পাউন্ড।Beispielsweise zeigt ein Video wie Kinoshita eine Schüssel mit Beefsteak, die über 7 Pfund wiegt und sich auf 6.625 Kalorien (Kilokalorien) beläuft, isst.
13আর খাদ্যশক্তির বিবেচনায় ৬,৬২৫ ক্যালরি।Das Video beinhaltet zudem noch ein Kochtutorial.
14ভিডিওতে খাওয়ার দৃশ্যের পাশাপাশি রান্নার করার টিউটোরিয়ালও দিয়েছেন তিনি।Ein anderes Video zeigt Kinoshita beim Essen eines 7 Pfund Big Macs von McDonald's, den sie im Reiskocher zubereitet.
15অন্য একটি ভিডিওতে কিনোশিতাকে ম্যাকডোনাল্ডের বিগ ম্যাক স্যান্ডুউইচ খেতে দেখা যায়।Kinoshitas ehrgeizigstes kulinarisches Highlight ist das übergroße Gericht, das traditionell für Kinder gemacht wird und das über 23.000 Kalorien (Kilokalorien) hat.
16যার ওজন ছিল সাত পাউন্ড। সেটি রাইস কুকারে ভাতের সাথে দিয়ে তৈরি করা হয়েছিল।Obwohl Kinoshita sich das Essen mit anderen teilt, isst sie jedoch den größten Anteil, sehr zur Freude ihrer Gäste.
17তবে কিনোশিতা'র সবচে' বেশি খাওয়ার রেকর্ড অবশ্য অন্যটি।Wie ist Kinoshita in der Lage diese wunderlichen Anflüge von genusssüchtigen Launen zu verarbeiten?
18একবার তিনি বাচ্চাদের জন্য তৈরি করা হয় এমন একটি ঐতিহ্যবাহী খাবারের পদ খেয়েছিলেন।
19খাদ্য শক্তির দিকে দিয়ে সেটি ছিল ২৩ হাজার ক্যালরির। কিনোশিতা আরো অনেক খাবারে ছবি শেয়ার করেছেন।In einem Q&A (Fragen und Antworten) YouTube-Video mit englischen Untertiteln des letzten Jahres sagt Kinoshita, dass sie diesen Erfolg ihrer Anatomie verdanke:
20এর বেশিরভাগ ভিডিও-ই অতিথিদের সম্মানে, তাদের খুশি করার জন্য। কিন্তু কথা হলো কিনোশিতা এই যে এত এত খাবার খান, তা কীভাবে সম্ভব?Als ich von einem Arzt untersucht wurde, entdeckte man, dass ich einen sehr einzigartigen Magen habe… Mein Magen kann sich in alle Richtungen meines Körpers ausdehen.
21গত বছরের শেষের দিকে কিনোশিতা ইউটিউবে একটি প্রশ্ন-উত্তরের ভিডিও আপলোড করেছেন।
22সেখানে এত বেশি পরিমাণ খাবার খেতে পারার পিছনে তার শারীরিক কাঠামোকে (অ্যানাটমি) কর্তৃত্ব দিয়েছেন:
23একবার আমি কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে ডাক্তারের কাছে গেলাম।
24সবকিছু দেখে ডাক্তার বলবেন, আমার পাকস্থলী তুলনাহীন… আমি আমার পেট বড় করতে পারি।
25তাছাড়া আমার শরীরের ভিতরের সব শূন্য স্থানও ভরে ফেলতে পারি।
26এ কারণেই আমি এত বেশি খেতে পারি।Daher kann ich so viel essen.
27কিনোশিতা পাকস্থলীর পাশাপাশি তার শরীরকেও সাধুবাদ দিয়েছেন।Kinoshita benennt auch ihre Anatomie als Grund für den Mangel an Gewichtszunahme.
28কারণ, এত খেলেও তার শরীরের ওজন বাড়ে না।„Mein Körper verdaut die Dinge zum gleichen Maße… und leitet es sozusagen nur durch.”
29“আমার শরীর একই হারে হজম করতে পারে না… এদেরকে শুধু পার করে দেয়।“Es gibt zudem ein Video, dass sie bei einer Ganzkörperuntersuchung zeigt.
30হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করছেন এমন একটি ভিডিও রয়েছে তার ইউটিউব চ্যানেলে।
31ভিডিওতে দেখা যায়, তিনি সব ধরনের স্বাস্থ্য পরীক্ষায় করছেন। তার স্বাস্থ্য ভালো আছে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেছেন।Sie nimmt gemeinsam mit einem japanischen Kollgegen an einer Testreihe teil und es zeigt sich, dass sie in einem guten gesundheitlichen Zustand ist.
32খাদক হিসেবে পেশাগত দক্ষতা আর খ্যাতি থাকা সত্ত্বেও, তিনি একে খুব সিরিয়াসভাবে নেননি:Neben der außerordentlichen Fähigkeit als professionelle Esserin und dem daraus resultierenden Ruhm, zeigt sich, dass sie sich selbst jeddoch nicht zu ernst nimmt:
33ছবি শিরোনাম: আকাইম্যা তরুণী।Fotoaufnahme: Sinnloser Mensch
34খাওয়ার ছবি দেখিয়ে কিনোশিতা বিপুল পরিমাণ ভক্ত জুটিয়ে নিয়েছেন।Kinoshitas hohes Maß an leidenschaftlicher Essensaufnahme hat ihr 460.000 YouTube-Abonnementen und umgerechnet 69.000 Anhänger auf Twitter eingebracht.
35ইউটিউবে তার চ্যানেল সাবস্ক্রাইবারের সংখ্যা ৪ লাখ ৬০ হাজারের উপরে।Durch den Einsatz eines weiteren YouTubers Aphexx, der ihre letzten Videos ins Englische übersetzte, hat Kinoshita nun weltweit Fans.
36আর টুইটারে তার অনুসরণকারীর সংখ্যা ৬৯ হাজারের কাছাকাছি।
37অ্যাফেক্স নামে একজন ইউটিউব ব্যবহারকারী কিনোশিতা'র সাম্প্রতিক ভিডিওগুলো ইংরেজিতে অনুবাদ করে দিয়েছেন।
38এতে করে সারাবিশ্বের নেট ব্যবহারকারীরা তার ভক্ত হতে পারছেন।Ihre Fans zeigen Kinoshita Anerkennung für ihr Handwerk, indem sie Fan-Kunst twittern und sie für ihre Arbeit loben.
39ভক্তরা কাজের পাশাপাশি টুইটারে মজাদার সুন্দর ছবি পোস্ট করার জন্য তার তুমুল প্রশংসা করেছেন।
40ইয়োকা!Yuka!
41আমার খুব খিদে পেয়েছে!Ich bin nun so hungrig!
42সুন্দর সুন্দর খাবারের ছবি আরো চাই। m(。Ich möchte wirklich gern Bilder dieses köstliche Essen!
43≧Д≦。)m ケージェイ - প্রশ্ন: এখানে কি তোমার প্রেমিক আছে?Q: Ist das dein Freund da?
44উত্তর: না, তাহলে মোচিকো এখানে আছে।A: Nein, das ist Mochiko da drüben. (
45ইয়োকা: আমার কাপড়চোপড় দেখতে তরমুজের মতো।* ¨̮*)/(*¨̮ *)/ Yuka: Meine Kleidung sieht aus wie eine Wassermelone!
46খুব সুন্দর, তাই না! (* ¨̮*)/(*¨̮ *)/ ♡So niedlich!(
47অ্যাফেক্স, যার কথা না বললেই নয়। সে আমার ভিডিওগুলোর ইংরেজি সাবটাইটেল করে দিয়েছে।* ¨̮*)/(*¨̮ *)/ ♡
48আর এখন টুইটার ব্যবহারকারী কে-জয় আমার জন্য এই ছবি এঁকে পাঠিয়েছে!Apexx, der die englischen Untertitel für meine Videos macht, hat nun eine englische Website für meine Videos gestaltet!
49আমার চারপাশে এত চমৎকার সব বন্ধু আর দর্শক আছেন যে, আমার খুশি না থেকে কোনো উপায় থাকে না।Und nun das! [Twitternutzer] K-Jay hat mir dieses Bild gemalt!
50ওগুই নামে জাপানের একটি টেলিভিশন অনুষ্ঠানে কিনোশিতা অংশ নিয়েছেন।Ich bin sehr glücklich von dieses wundervollen Freunden und Zuschauern umgeben zu sein.
51অনুষ্ঠানে তিনি জাপানের বিভিন্ন শহরের খাবারের দোকানগুলোতে গিয়ে সেখানকার জনপ্রিয় ডিশগুলো খেয়ে সে বিষয়ে নিজের মতামত দেন।Kinoshita wird zudem im japanischen Fernsehprogramm “Oogui” (大食い) gezeigt, wo sie innerhalb des Landes zu verschiedenen Restaurants reist, um große Portionen von verschiedenen Gerichten, die typisch für des Restaurants sind, zu essen.