Sentence alignment for gv-ben-20150525-48822.xml (html) - gv-deu-20150521-28648.xml (html)

#bendeu
1প্রতিবাদ সত্ত্বেও মালয়েশিয়া এখনও একটি বৃহৎ বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে যা ২০ হাজার স্থানীয় লোককে গৃহহীন করতে পারেProtesten zum Trotz: Malaysia plant einen Mega-Staudamm, der zur Umsiedlung von 20.000 Einheimischen führen könnte
2বারাম সারাওয়াকের দৃশ্য। জায়গাটি বাঁধ প্রকল্পের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে।Blick auf das Baram-Tal in Sarawak, das durch einen Staudamm beeinträchtigt werden könnte.
3জেটি ওয়ার্ড থেকে নেয়া ছবিটি অনুমতিক্রমে পুনরায় প্রকাশিত হল।Foto: Jettie Word, mit freundlicher Genehmigung wiederveröffentlicht.
4স্থানীয় অধিবাসী এবং স্থানীয় জনগণের প্রচন্ড বিরোধীতার মুখেও মালয়েশিয়ার সারাওয়াকের স্থানীয় সরকার এ অঞ্চলে একটি বৃহৎ বাঁধ নির্মাণ করতে যাচ্ছে।Die Regierung des Bundesstaates Sarawak baut trotz des erbitterten Widerstands von existenziell betroffenen Einwohnern, die zum Teil indigener Abstammung sind, einen Mega-Staudamm.
5স্থানীয় জনগণ এই প্রকল্পের বিরোধীতা করছেন। কারন এতে করে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।Sarawak gehört zur Insel Borneo, die für ihren Reichtum an Bodenschätzen bekannt ist.
6সারাওয়াক হচ্ছে বোমিও দ্বীপের একটি অংশ। স্থানটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়ার কারণে অত্যন্ত বিখ্যাত।Der in Baram, im nördlichen Teil von Sarawak, geplante Staudamm, soll 1.200 Megawatt Strom erzeugen.
7প্রস্তাবিত বাঁধটি সারাওয়াকের উত্তরাঞ্চলে অবস্থিত বারামে নির্মিত হবে।Allerdings befürchten viele Menschen, dass er 412 Quadratkilometer des Regenwaldes überschwemmen wird.
8আশা করা হচ্ছে, এখানে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। তবে অনেকেই ভয় পাচ্ছেন যে এখানে বাঁধ দেয়ার ফলে বৃষ্টি প্রধান ক্রান্তীয় অঞ্চলের ৪১২ কিলোমিটার বনাঞ্চল পানির নিচে ডুবে যাবে।Außerdem müssten ungefähr 20.000 Einwohner aus 27 Siedlungen der indigenen Bevölkerung, also die Völker der Kayan, Kenjah und Penan dem Staudamm weichen und zwangsweise umgesiedelt werden.
9তাঁর পাশাপাশি বাঁধ নির্মাণের সময় কায়ান, কেনিয়াহ এবং পেনানের আদিবাসী দলের ২৭ টি উপনিবেশের প্রায় ২০ হাজার লোককে জোর করে অন্যত্র সরিয়ে নিতে হবে।
10বারাম বাঁধ ১২ টি বড় বড় বাঁধের মধ্যে অন্যতম যা স্থানীয় সরকার সারাওয়াকে নির্মাণের পরিকল্পনা করছে।Der Baram Staudamm ist einer von 12 Mega-Staudämmen, die von der Regierung des Bundesstaates in Sarawak geplant werden.
11পিটার এন.Peter N.
12জি.J.
13কেলাং একজন স্থানীয় নেতা এবং বাঁধ বিরোধী সক্রিয় কর্মী। তিনি সতর্ক করে দিয়েছেন, বাঁধটি বারামের আদিবাসী বিভিন্ন দলের মূল জনসংখ্যাকে অপসারণ করে দিবেঃKallang, ein lokaler Akteur und Anti-Staudamm-Aktivist warnt, dass der Staudamm den Kern der indigenen Bevölkerung Barams auslöschen wird:
14যারা বারামে বসবাস করছেন এবং যারা বারামের দীর্ঘকালীন কল্যাণ চিন্তা করেন, তাদের জন্য নয় বরং অন্যদের সুবিধার জন্য বাঁধটি নির্মাণ করা হবে।Den Nutzen aus dem Bauprojekt haben andere als diejenigen, die in Baram leben und auf lange Sicht das Gute für Baram wollen.
15ক্ষতিগ্রস্তদের একজন হিসেবে আমি এই অবিচার এবং এই জঘন্য ও অপব্যবহারমূলক শোষণ বুঝতে পারছি না।Als einer der in dieser Weise Betroffenen kann ich weder die Ungerechtigkeit, noch das empörende und schändliche Ausbeuten verstehen.
16আপাত দৃষ্টিতে এটিকে একটি নির্বোধ সুযোগ গ্রহণ বলেই মনে হছে, যা মূলত লোভের সাথে সাথে দুষ্কর্মের বশবর্তী হয়ে করা হচ্ছে।Das Ganze sieht nach einer sinnlosen kommerziellen Erschließung aus, die in erster Linie durch Habsucht und unmoralisches Handeln vorangetrieben wird.
17আমরা যারা সরাসরিভাবে ক্ষতিগ্রস্তের দল, তাদের জন্য কেউ আমাদের এভাবে চিন্তা করার জন্য দায়ী করতে পারবে না যে আমাদের মতো নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে সরিয়ে দিতে এটি একটি উদ্দেশ্য প্রণোদিত এবং ইচ্ছাকৃত একটি কৌশল।Uns, die wir unmittelbar und zu unserem Nachteil davon betroffen sind, kann niemand den Gedanken vorwerfen, dass dieses Vorhaben ein kühl kalkuliertes Manöver zur Vernichtung unserer Völker ist.
18বাঁধ নির্মাণ প্রতিরোধ করতে স্থানীয় অধিবাসীরা গত বছর থেকে অবরোধ কর্মসূচী পালন করছেন।Seit dem vergangenen Jahr haben die Einwohner der Region eine Blockade errichtet, um den Bau des Staudamms zu verhindern.
19বাঁধ নির্মাণের বিরুদ্ধে তাদের প্রচারণাতে সমর্থন জানাতে মালয়েশিয়াতে বসবাসকারী অন্যান্য সম্প্রদায় এবং সারা বিশ্ব জুড়ে বিভিন্ন পরিবেশবাদী নেটওয়ার্কগুলোর প্রতিও তারা আবেদন জানিয়েছেন।Außerdem haben sie an andere Gemeinden in Malaysia, sowie weltweit an Umweltnetzwerke appelliert, ihre Kampagne gegen den Staudamm zu unterstützen. Protest gegen das Staudamm-Projekt Baram.
20বারাম বাঁধ নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ।Foto: Save Rivers via Facebook.
21নদী বাঁচাও কর্মসূচীর ফেইসবুক পেইজ থেকে নেওয়া ছবি। বাঁধ নির্মাণ বন্ধ করতে স্থানীয় অধিবাসীদের দ্বারা পালিত একটি অবরোধ কর্মসূচী।Eine von Einwohnern der Region errichtete Blockade, um den Bau des Staudamms zu blockieren: “Unsere Vorfahren haben für dieses Land gekämpft und sind dafür gestorben.
22নদী বাঁচাও কর্মসূচীর ফেইসবুক পেইজ থেকে নেওয়া ছবি।Stoppt den verdammten Damm! Baram gehört für immer uns.”
23বারাম বাঁধ নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে অনুষ্ঠিত র্যা লী।Foto: Save Rivers via Facebook. Massenkundgeburg gegen das Baram Staudamm-Projekt.
24সারাওয়াক প্রতিবেদন থেকে নেয়া ছবি।Foto: Sarawak Report
25বারামে অবরোধ প্রতিরোধ চলছে।In Baram gehen die Blockaden aus Protest weiter.
26জেটি ওয়ার্ড থেকে নেয়া ছবিটি অনুমতিক্রমে পুনরায় প্রকাশিত হল।Foto: Jettie Word, mit freundlicher Genehmigung wiederveröffentlicht. In der vergangenen Woche, am 555.
27সম্প্রদায়ের নেতৃত্বে বারাম বাঁধ নির্মাণ অবরোধ কর্মসূচীর ৫৫৫ তম দিন চলাকালীন গত সপ্তাহে বোর্নিও প্রকল্প একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে।Tag der von der Gemeinde angeführten Blockade des Staudamms Baram, hat das “Borneo-Projekt” einen Dokumentarfilm vorgestellt, in dem erklärt wird, aus welchen Gründen das Staudamm-Projekt Sarawak nicht nötig ist und warum es für die einheimische Bevölkerung ohne jeden Nutzen ist.
28প্রামাণ্যচিত্রটিতে ব্যাখ্যা করা হয়েছে, সারাওয়াকে বাঁধ নির্মাণ প্রকল্প কেন জরুরী নয় এবং স্থানীয় জনগণ কীভাবে এ থেকে কোনভাবেই উপকৃত হবে না।Der Film untersuchte auch, ob bei der Einführung des Staudamm-Projekts Korruption einer der entscheidenden Faktoren war.
29সরকার কিছু দিন আগে বারামে বাঁধ নির্মানের আদেশ দিয়েছে। এখন এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী আরও প্রবল হবে বলে আশা করা হচ্ছে।Es ist zu erwarten, dass die Proteste intensiviert werden, nachdem die Regierung vor wenigen Tagen den Baubeginn für das Baram Staudamm-Projekt anordnete.