Sentence alignment for gv-ben-20150509-48574.xml (html) - gv-deu-20150513-28141.xml (html)

#bendeu
1ভূমিকম্পের আগে ও পরের ছবিতে ফুটে উঠলো নেপালের ঐতিহ্যবাহী স্থানগুলোর প্রকৃত অবস্থাDramatische Bilder von Nepals Kulturgütern vor und nach dem Erdbeben
2ভূমিকম্পের পরে ঐতিহাসিক স্থাপনা কাঠমান্ডু দরবার স্কয়ার।Fast alle Links in diesem Artikel führen, soweit nicht anders ersichtlich, zu Webseiten auf Englisch.
3ছবি তুলে অজয়া মনন্ধর। স্বত্ত্ব: ডেমোটিক্স (২৫/৪/২০১৫)।Alle Wikipedia-Links führen zu Wikipedia-Artikel auf Deutsch.
4গত ২৫ এপ্রিল ২০১৫ নেপালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।Historische Denkmäler auf dem Durbar-Platz in Kathmandu nach dem Erdbeben.
5এতে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন।Foto von Ajaya Manandhar. Copyright Demotix (25.4.2015)
6আহত হয়েছেন এর দ্বিগুণেরও বেশি।Dem Erdbeben, das Nepal am 25.
7তবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৮ মিলিয়ন। এদের মধ্যে কমপক্ষে ২ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।April erschütterte, fielen mehr als 7.000 Menschen zum Opfer, wobei mehr als die doppelte Anzahl von Menschen verletzt wurde.
8ভূমিকম্পে শুরু মানুষ মারা যায়নি কিংবা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।Circa 8 Millionen Menschen sind von der Zerstörung betroffen, wobei mindestens 2 Millionen Menschen ihr Heim verloren.
9নেপালের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে। এরমধ্যে কয়েকটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।Abgesehen von den menschlichen Tragödien und der Sachschäden, die in die Milliarden reichen, zerstörte das Erdbeben wertvolle Kulturgüter - darunter viele auf der Liste des Welterbes aufgeführte.
10বার্তা সংস্থা এপি'র সাথে সাক্ষাৎকারে ইউনেস্কোর প্রধান আইরিনা বোকোভা বলেছেন, নেপালের ধ্বংসস্তুপ দেখে হৃদয় ভেঙ্গে যাচ্ছে।UNCESCO-Generaldirektorin Irina Bokova teilte der Associated Press mit, dass es „herzzerreißend“ war, die Verwüstung von Nepals einzigartiger Mischung aus Hinduismus und Buddhismus zu sehen.
11এগুলো সবই হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির অংশ ছিল।Auf sozialen Netzen wurden Fotos der wichtigen Denkmäler und Kulturstätten vor und nach dem Erdbeben gepostet.
12এইসব ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আগে ও পরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা পোস্ট করেছেন। কাঠমান্ডু ভ্যালিতে তিনটি দরবার স্কয়ার ছিল।Die drei Durbar-Plätze im Kathmandu-Tal - der Durbar-Platz in Kathmandu, der Durbar-Platz in Patan und der Durbar-Platz in Bhaktapur - wurden so beschädigt, dass es Jahre dauern würde, die historischen Tempel wieder herzustellen.
13এগুলো হলো কাঠমান্ডু দরবার স্কয়ার, পাটান দরবার স্কয়ার এবং ভক্তপুর দরবার স্কয়ার।
14সবগুলোরই ব্যাপক ক্ষতি হয়েছে।Das bricht mein Herz.
15প্রাচীন এই মন্দিরগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনতে বছরখানেকও বেশি সময় লাগবে।Der Basantapur-Durbar-Platz, einer der historischen Plätze Nepals, vorher und nachher.
16এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে।- FG (@FunnyGooner), 25. April 2015
17নেপালের ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি বসন্তপুর দরবার স্কয়ার। আগে ও পরের ছবি দেখা যাচ্ছে।VORHER/NACHHER: König Yoga Narendra Malla, Durbar-Platz in Patan #NepalEarthquake #Nepal #Peace
18BEFORE/AFTER: King Yoga Narendra Malla, Patan Durbar Square #NepalEarthquake #Nepal #Peace pic.twitter.com/BJ8Exx3gJK- JigmeUgen (@JigmeUgen), 25.
19- JigmeUgen (@JigmeUgen) April 25, 2015April 2015
20আগে/পরে: রাজা যোগ নরেন্দ্র মল্ল, পাটান দরবার স্কয়ার #নেপালভূমিকম্প #নেপাল #শান্তিEiner der Tempel in Bhaktapur #Nepal vor und nach dem Erdbeben.
21নেপালের ভক্তপুরের একটি মন্দির।Das erste Foto wurde vor zwei Wochen gemacht.
22ভূমিকম্পের আগে ও পরের অবস্থা।- Marymoon (@MaCasasfranco), 28. April 2015
23প্রথম ছবিটি মাত্র দু'সপ্তাহ আগে নেয়া।Dharahara, auch als Bhimsen-Turm bekannt, wurde von Nepals erstem Premierminister, Bhimsen Thapa, erbaut.
24ভীমসেন টাওয়ার নামে পরিচিত ধারাহারা নেপালের প্রথম প্রধানমন্ত্রী ভীমসেন থাপা নির্মাণ করেছিলেন।Der Turm, vormals ein Minarett mit 13 Stockwerken, wurde im Jahr 1934 von einem Erdbeben zerstört.
25এটি আগে তের তলা মিনার বিশিষ্ট ছিল। ১৯৩৪ সালের ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে যায়।Der danach mit neun Stockwerken wieder errichtete Turm kollabierte im Erdbeben vom letzten Monat.
26পরে এটি নয়তলা টাওয়ার করে বানানো হয়েছিল।Der andere Vorher-Nachher-Vergleich war falsch, dieser jedoch nicht.
27কিন্তু এবারের ভূমিকম্পে সেটিও ধ্বংস হয়ে গেছে।Dharhara-Turm: Vorher, nachher, vorher, nachher #NepalQuake
28ধারাহারা টাওয়ার: আগে পরে আগে পরে।- Susan Hough (@SeismoSue), 25.
29#নেপালকোয়েক।April 2015
30বিদেশিদের কাছে স্বয়ম্ভুনাথের পরিচিত বানর মন্দির (মাঙ্কি টেম্পল) নামে।Die Tempel von Swayambhunath, von Touristen Affentempel genannt, wurden ebenfalls beschädigt.
31এই মন্দিরও ধ্বংস হয়েছে। ধ্বংসপ্রাপ্ত মন্দিরের পাশ দিয়ে একজন ভিক্ষু হেঁটে যাচ্ছেন।Ein Mönch geht am eingestürzten Kloster und den Schreinen von Swoyambhunath Stupa, einem UNESCO-Welterbe, vorbei.
32স্বয়ম্ভুনাথ ইউনেস্কোর বিশ্ব ঐহিত্যের অংশ।- Tourej Ansari (@tourejansari), 29. April 2015
33স্বয়ম্ভুনাথের দর্শনীয় দৃশ্য।Spektakuläre Ansicht von Swoyambhunath, auch als Affentempel bekannt.
34এটি মাঙ্কি টেম্পল নামেরও পরিচিত।#Travel #Kathmandu #Buddhism #Nepal - Trekking Nepal (@serenitytreks), 1. April 2015
35বাগমাটি নদীর তীরে অবস্থিত সুন্দর মন্দিরগুলোর একটি হলো কালমোচন মন্দির।Einer der schönsten Tempel entlang des Bagmati-Flusses, der Kalmochan-Tempel, wurde zu einem Erdhaufen eingeebnet.
36এটিও মাটিতে মিশে গেছে।Kalmochan in #Kathmandu, #Nepal.
37নেপালের কাঠমান্ডু'র কালমোচন।Eins meiner Lieblingsbilder.
38এটি আমার খুব পছন্দের একটি মন্দির ছিল।Guten Morgen :) #HelloMonday #temple #architecture #VisitNepal
39শুভ সকাল  #হ্যালোমানডে #টেম্পল #আর্কিটেকচার #ভিজিটনেপাল- Kashish Das Shrestha (@kashishds), 5. Januar 2015
40থাপাথালি শহরে মুঘল শৈলীতে নির্মাণ করা হয়েছিল কালমোচন মন্দির। জং বাহাদুর এটি নির্মাণ করেছিলেন।Der zerstörte Kalmochan-Tempel, im Mughal-Stil von Jang Bahadur bei Thapathali erbaut, nur noch der Garuda hält Wache.
41সেখানে এখন শুধুমাত্র গরুড় পাহারায় আছে।- Kanak Mani Dixit (@KanakManiDixit) 25. April 2015
42ষষ্ঠী ব্রতকথা'র তীর্থযাত্রীদের মাঝে সানখু এলাকা বেশ জনপ্রিয় ছিল।Sankhu, eine alte Siedlung, die bei den Swasthani-Bratakatha-Pilgern berühmt war, wurde ebenfalls sehr beschädigt.
43এখানে ব্যাপক ক্ষতি হয়েছে। নেপালে থাকার সময়ে আমি সানখুতে বাস করেছিলাম।#Sankhu wo ich in #Nepal gewohnt habe, wurde beschädigt #NepalEarthquake, es bricht mir das Herz, vorher und nachher.
44ভূমিকম্প এখানে ব্যাপক ক্ষতি করেছে।- © Roshan Karki (@roshankarki5) 27.
45আগে ও পরের ছবি দেখে আমি দু:খে মারা যাচ্ছি।April 2015
46কাঠমান্ডু ভ্যালির কয়েক কিলোমিটার দূরে চাঙ্গু নারায়ণ মন্দির অবস্থিত। এটিও জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।Der Bereich um den Tempel Changu Narayan, ein UNESCO-Welterbe, der sich nur wenige Kilometer vom Kathmandu-Tal befindet, wurde ebenfalls enorm beschädigt.
47এখানেও ব্যাপক ক্ষতি হয়েছে।#changunarayan Ich wäre so gerne dort.
48#changunarayan I so wanna be there . look it is so beautiful.Es ist wunderschön.
49#Nepalquake ruins it pic.twitter.com/u0iaMEeZ7Z#Nepalquake Das Erdbeben zerstört ihn.
50- Sandesh Byanjankar (@DesanBenz) May 2, 2015- Sandesh Byanjankar (@DesanBenz), 2. Mai 2015
51#চাঙ্গুনারায়ণ আমি তোমার কাছে যেতে চাই।Changu Narayan steht zwar noch etwas beschädigt, das Gelände hat jedoch sehr gelitten.
52তোমার সৌন্দর্য তুলনাহীনা।Muss restauriert werden. #NepalQuake
53#নেপালেরভূমিকম্প এটি ধ্বংস করে দিয়ে গেছে।- Ugendra Shrestha (@ugendras), 29. April 2015
54চাঙ্গু নারায়ণের কিছু অংশ এখনো দাঁড়িয়ে আছে।Khokana, ein offenes Museum über die Newar-Kultur, wurde massiv zerstört.
55তবে এর প্রাঙ্গনে ব্যাপক ক্ষতি হয়েছে।Schönes Nepal! Habe diesen Morgen auf Khokana geklickt!
56এখন এটির পুনর্নির্মাণ দরকার।- dinesh dc (@dineshdcdc), 28.
57#নেপালেরভূমিকম্পMärz 2015
58নেয়ার (Newar) সংস্কৃতির উন্মুক্ত জাদুঘর হলো খোকানা অঞ্চল, এখানকার বিস্তৃত এলাকার ক্ষয়ক্ষতির ছবি দেখিয়েছেন।Sameer trägt seine zwei Babyziegen vorsichtig durch sein zerstörtes Wohngebiet in Khokana in #Nepal #Nepalquake
59অপরূপ নেপাল! আজকে সকালে খোকানা থেকে তোলা!- Natalie Curtis (@NatalieCurtis), 1. Mai 2015
60নেপালের খোকানার ধ্বংসস্তুপ থেকে সামীর ছাগলের দু'টি বাচ্চা নিয়ে ফিরছেন।Bungamati, eine alte Newar-Siedlung, war ebenfalls betroffen..
61#নেপালকোয়েকHerzzerreißend!
62বাঙ্গামাটির প্রাচীন স্থাপনাগুলোতেও ভূমিকম্প আঘাত হেনেছে।Bungamati-Tempel: Vorher und nachher #NepalEarthquake #NepalQuake
63হৃদয় বিদারক ঘটনা!- salokya (@salokya), 28.
64বাঙ্গামাটি মন্দির: আগে ও পরের ছবি।April 2015
65#নেপালআর্থকোয়েক #নেপালকোয়েক কাঠমান্ডু ভ্যালির কাছে হিমালয়ের কোলে ল্যাংট্যাং গ্রামের অবস্থান।Das Dorf Langtang, der dem Himalaya nächste Punkt vom Kathmandu-Tal aus und ein bei Berksteigern beliebter Ort, wurde nach dem Erdbeben von einer Lawine komplett zerstört.
66এই জায়গাটা পর্বতারোহীদের খুব প্রিয়।Das Dorf Langtang, Nepal, vor und nach dem Erdbeben vom 25. April:
67ভূমিকম্পে জায়গাটা একদম ধ্বংস হয়ে গেছে।- Hanover Geology (@HanoverGeology), 30. April 2015
68২৫ এপ্রিল ভূমিকম্পের আগে ও পরে নেপালের ল্যাংট্যাং গ্রাম: গোর্খা শহরের খুব সুন্দর একটি জায়গা হলো বারপাক।Das Epizentrum des Erdbebens lag direkt in Barpak, einem winzigen Bilderbuchdorf im Gorkha-Distrikt.
69এই গ্রামটিই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ব্রিটিশ, ভারতীয় এবং নেপাল সেনাবাহিনীতে কাজের জন্য এখানকার মানুষদের বেশ সুনাম ছিল।Das Dorf, das von den Ghale bewohnt wurde, die für ihre Dienste für die britischen, indischen und nepalesischen Streitkräfte berühmt sind, wurde komplett zerstört.
70গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বারপাকের পুরোনো ছবি থেকে বুকের ভিতরে মোচড় দিয়ে উঠলো।Herzzerreißend, die alten Fotos von #Barpak (@sirish_shrestha) zu sehen, angesichts der jetzigen Zerstörung #NepalEarthquake (@thedarjchron).
71ভূমিকম্প একে ধ্বংস করে দিয়েছে।- Andy Revkin (@Revkin), 26. April 2015
72ভূমিকম্প নেপালে ব্যাপক ক্ষতচিহ্ন রেখে গেছে।Das Erdbeben hat in Nepal unauslöschliche Spuren hinterlassen.
73যেগুলো বেঁচে গেছে, সেগুলো সংরক্ষণ করতে এখন দরকার বিশেষ দক্ষতাসম্পন্ন মানুষ।Sonderausrüstung und Experten werden benötigt, um die spärlichen Überreste zu bewahren.
74তবে এই ব্যাপক ধ্বংসযজ্ঞ সত্ত্বেও, নেপালের মানুষ আশা হারায়নি।Die Bevölkerung Nepals hat jedoch trotz des Ausmaßes der Zerstörung die Hoffnung nicht aufgegeben, ihre historischen Bauwerke wiederaufzubauen.
75তারা একদিন ঠিকই এই ঐতিহাসিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ করতে সক্ষম হবে।Shashi Raj Pandey twitterte zum Beispiel:
76শশী রাজ পান্ডে টুইট করেছেন: নেপালের মানুষের মধ্যে বিপুল আশার উপস্থিতি দেখতে পাচ্ছি।Die Menschen haben viel Hoffnung aber auch große Verzweiflung, mit der sie von den zu Gräbern gewordenen Träumen zum Wiederaufbau zurückkehren.
77ধ্বংসযজ্ঞের ভেতরেও পুনর্নির্মাণের স্বপ্ন দেখছে তারা।#NepalQuake - Shashi Raj Pandey (@shashirajpandey), 29.
78#নেপালকোয়েকApril 2015