# | ben | deu |
---|
1 | সৌরবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশে বিদ্যুত বৈষম্য কমিয়ে আনছে | Solar-Home-Systeme helfen, die Diskriminierung der Elektriziät in Bangladesch zu beenden |
2 | চট্টগ্রামের সন্দীপের সোলার প্যানেল প্রকল্প। | Solar-Paneel-Projekt in Sandwip, Chittagong. |
3 | ছবি উইকিমিডিয়ার সৌজন্যে। | Foto mit freundlicher Genehmingung von wikimedia. |
4 | বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৫ শতাংশই বিদ্যুৎ সুবিধা পান না। | Elektrizität - also genau das, was diese Wörter hier sichtbar werden lässt - ist für 45 Prozent von Bangladeschs Bevölkerung nicht zugänglich. |
5 | বিদ্যুত সুবিধাবঞ্চিত এই মানুষের বেশিরভাগই বসবাস করেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে। | Nicht einmal die Hälfte der in den ländlichen Gebieten des Landes lebenden Menschen sind überhaupt am Stromnetz angeschlossen. |
6 | আজ তাদের কাছে আর্শীবাদ হয়ে এসেছে সৌরবিদ্যুৎ প্রকল্প যা ২০০৭ সালে শুরু হয়েছে। | Das im Jahr 2007 gegründete Solar-Home-System-Projekt ist darum eine wirklich gute Neuigkeit für Bangladesch. |
7 | বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় পরিচালিত সরকারি ইডকল প্রকল্প ৪০টি সরকারি ও বেসরকারি অংশীদারের সহায়তায় ইতোমধ্যে ৩০ লাখ বাড়ি সৌরবিদ্যুৎ ব্যবহারের আওতায় এনেছে। এই বিদ্যুৎ ২ কোটি মানুষের জীবনে বিরাট পরিবর্তন এনেছে। | Aus einer Partnerschaft der staatlichen Infrastructure Development Company Limited (ein von der Weltbank finanziertes Projekt) und ungefähr 40 NGOs (einschließlich Firmen aus dem Privatsektor und Mikrokredit-Agenturen), setzt sich das Solar-Home-System-Projekt zusammen, das dabei geholfen hat, schätzungsweise 3 Millionen Haushalte mit Strom und Licht zu versorgen. |
8 | সম্প্রতি বাংলাদেশ ‘বাড়িভিত্তিক সৌরবিদ্যুতের ৩০ লাখ প্যানেল স্থাপনের মাইলফলক উদযাপন করেছে। | Das betrifft 20 Millionen Menschen. Vor kurzer Zeit feierte Bangladesch die erfolgreiche Installierung von 3 Millionen Solar-Home-Systemen. |
9 | এই সাফল্য অর্জনে বিগত দিনগুলোতে কী পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, সেটাই টুইটারে তুলে ধরেছেন নাওমি আহমাদ: | Die fertiggestellten Installationen spiegeln jahrelange harte Arbeit wider. Naomi Ahmad feierte diese Leistung am Anfang des Monats in einem Tweet: |
10 | বাংলাদেশ চলতি মাসে ৩ মিলিয়ন বাড়িতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের মাইলফলক উদযাপন করেছে। | #Bangladesch feierte diesen Monat die Installation von 3 Millionen #Solar-Home-Systemen. |
11 | এজন্য বিগত বছরে আমাদের কী পরিমাণ পরিশ্রম না করতে হয়েছে, আজ তা স্মরণ করছি। | Ich denke an diese Mordsarbeit zurück, die wir im vergangenen Jahr dort hineingesteckt haben! |
12 | বাংলাদেশের এমন সাফল্যে গ্রিনপিস ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সৌরবিদ্যুতের বিপ্লব ঘটিয়ে ফেলছে এমন মন্তব্যও করা হয়েছে: | Greenpeace hat dieses Projekt sehr positiv kommentiert und lobte es dafür, eine Solarenergie-Revolution voranzutreiben: |
13 | পৃথিবী কি সবচে' বৃহত্তম সৌর বিপ্লবকে এড়িয়ে যাচ্ছে? | Hat die Welt die größte #Solar-Revolution bisher ignoriert? |
14 | হ্যাঁ, এটা আমাদের উপমহাদেশের একটি দেশ বাংলাদেশে হচ্ছে। | Sie geschieht gerade auf unserem Subkontinent #Bangladesch http://t.co/tsRrE2fwnM #RenewableEnergy |
15 | বাংলাদেশে প্রতি মাসে প্রায় ৬৫ হাজার বাড়িতে সোলার প্যানেল স্থাপিত হচ্ছে। | Die Bangladascher installieren jeden Monat 65.000 Solar-Home-Systeme. |
16 | বাংলাদেশে সোলার সিস্টেমের জনপ্রিয়তার কারণ অনুসন্ধান করেছেন জ্বালানি বিশেষজ্ঞ জুবায়ের কে এম সাদেকী। | Der Energiespezialist Zubair K M Sadeque untersucht, warum das Solar-Home-System immer beliebter wird. |
17 | তিনি গ্রামীণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, এনজিওগুলোর ক্ষুদ্র ঋণ সহযোগিতা, লিড লাইটের মতো প্রযুক্তি উদ্ভাবনের কথা বলেছেন। | Er sagt, Gründe dafür seien unter anderem die steigenden Einkommen im ländlichen Raum, die große Unterstützung lokaler NGOs durch Mikrokreditfinanzierung sowie die Innovation in der LED-Beleuchtung. |
18 | সৌরবিদ্যুতের জন্য বাংলাদেশ খুবই সম্ভাবনাময় একটি দেশ। | Bangladesch hat ein besonders großes Potential wenn es um Solarstrom geht. |
19 | কারণ বাংলাদেশ ২০° ৩০´ এবং ২৬° ৪৫´ উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। | Das Land erstreckt sich zwischen 20º 30' und 26º 45' nördlicher Breite und sein Klima ist tropisch. |
20 | এখানে গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া বিরাজ করে। | Das ist für die Aufnahme von Sonnenkraft ideal. |
21 | যার ফলে বছরের ৩০০ দিনের বেশি রোদ থাকে। | Bangladesch erreicht genügend Sonnenenergie für 300 Tage im Jahr. |
22 | বাংলাদেশে কৃষিকাজেও সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে। | Die Solarenergie bahnt sich auch ihren Weg in die Landwirtschaft. |
23 | ১৯১টি সৌরশক্তি ভিত্তিক সেচ পাম্প অনুমোদন করা হয়েছে। | Bangladesch hat den Bau von 191 solarbetriebenen Bewässerungspumpen genehmigt. |
24 | এর মধ্যে ৬৯টি সেচ পাম্প চালু হয়েছে। | (Neunundsechzig sind bereits gebaut und in Betrieb.) |
25 | তাছাড়া গ্রামীণ জনপদের ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। | Die Solarenergie spielt auch bei den Unternehmen im ländlichen Raum eine wichtige Rolle. |
26 | কাজের সময় বৃদ্ধি পেয়েছে, দোকানপাট, মুদি দোকান, ফার্মেসি, দর্জির দোকান, সেলুন অধিক রাত পর্যন্ত খোলা রাখা সম্ভব হচ্ছে। | Die Dorfbewohner können nun ihre Geschäfte, Apotheken und Gaststätten bis spät in die Nacht offen halten. |
27 | ফলে গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিসহ জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। | Dadurch sind auch Arbeitsstunden, Einkommen und Lebensstandard gestiegen. |
28 | বাংলাদেশে সোলার প্যানেল স্থাপনের খরচ বেশ বেশিই। তবুও এর দ্রুত বিকাশ চান প্রবীর বিধান: | Die Installation der Solarmodule in Bangladesch ist nicht günstig gewesen, aber der Blogger Probir Bidhan ermutigt das Land, mit dem Prozess fortzufahren: |
29 | বাংলাদেশের জন্য সৌরবিদ্যুৎ এখনো বেশ ব্যয়বহুল। তবুও এর দ্রুত বিকাশ খুব দরকার। | #Solar ist in #Bangladesch immer noch zu teuer, aber es ist dringend nötig, sie schnell weiter zu verbreiten! http://t.co/eeIKqA1CxD |
30 | বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যার ৪০ শতাংশ বেকার। প্রতি বছর এই হার বাড়ছে। | Zur Zeit sind 40 Prozent der bangladescher Bevölkerung arbeitslos. |
31 | কিন্তু এই বেকার মানুষদের কাছেও আশীর্বাদ হয়ে এসেছে সৌরবিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পে ১ লক্ষ ১৪ হাজার মানুষের চাকরি হয়েছে। | Die Arbeitslosenrate steigt jedes Jahr, aber die Solar-Home-Systeme haben zu deren Senkung beigetragen, da sie mehr als 114.000 Arbeitsplätze für die Montage, den Verkauf, die Installation und die Instandhaltung der Solarkraftsysteme geschaffen hat. |
32 | ২০১১ এবং ২০১৩ সালের মধ্যে সৌর বিদ্যুৎ প্রকল্পে চাকরি দ্বিগুণ হয়েছে। | Tatsächlich hat sich die Anzahl der Arbeitsplätze in der Solarbranche zwischen 2011 und 2013 verdoppelt. |
33 | জলবায়ু ও জ্বালানি বিপ্লবী মাইক হুডেমা বাংলাদেশে পরিবেশবান্ধব চাকরি বৃদ্ধির বিষয়ে টুইট করেছেন: | Mike Hudema ist ein Klima- und Energieaktivist. Er twitterete über “grüne Jobs” in Bangladesch: |
34 | বাংলাদেশে পরিবেশবান্ধব চাকরি (গ্রিন জব) বাড়ছে। | #GreenJobs boomen in #Bangladesh-80. |
35 | এখানে প্রতি মাসে ৮০ হাজার বাড়িতে সোলার প্যানেল বসছে। | 000 Home-Solar-Systeme pro Monat! http://t.co/PQXiMLojhb #cdnpoli #tarsands #abpoli pic.twitter.com/rMjMMljhKR |
36 | বাংলাদেশে বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারের কার্যক্রম শুরু হয়েছিল ১৯৯৬ সালে। | Die kommerziellen Installationen von Solar-Home-Systemen in Bangladesch nahmen im Jahr 1996 ihre Anfänge. |
37 | আর শুরু করেছিল গ্রামীণ ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান গ্রামীণ শক্তি। | Grameen Shakti,ein Tochterunternehmen der Grameen Bank, setzte diesen Trend. |
38 | এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটিই সবচে' বেশি বাড়িতে (১৩ লাখেরও বেশি) সোলার প্যানেল স্থাপন করেছে। | In den vergangenen 18 Jahren hat Grameen Shakti mehr als 1,3 Millionen Solar-Home-Module installiert. |