# | ben | deu |
---|
1 | আলজেরিয়া: সৌভাগ্যের প্রতীক এক ঘুঘুকে আলজেরিয়রা এখনো তাদের পাশে আশা করছে | Algerien: Mit der Glückstaube auf ihrer Seite haben sie noch Hoffnung |
2 | স্লোভেনিয়ার কাছে হারের পর আলজেরিয়া দল ১৮ জুন অনুষ্ঠিত ফুটবল খেলায় ইংরেজ দলের বিরুদ্ধে তাদের শক্তির খানিকটা পুনরুদ্ধার করে যা ছিল জয় লাভের জন্য এক ইতিবাচক খেলা। | Nach der Niederlage gegen Slowenien haben die Algerier am 18. Juni im Spiel gegen das englische Team, welches über einen Gewinn reichlich positiv war, etwas von ihrer Stärke wiedergewonnen. |
3 | একটি বড় দলের বিরুদ্ধে অমীমাংসিত ভাবে খেলা শেষ করার ফলে তা আলজেরিয়া দলের লক্ষ লক্ষ সমর্থকদের মনে পুনরায় আশা জাগিয়েছে যারা এখন এই স্বপ্ন দেখছে সবুজ জামাধারী দলটি হয়ত প্রথম পর্ব পার হতে পারবে: একজন আলজেরিয়ার ব্লগার তার পোস্টের শিরোনাম দিয়েছে যোগ্যভাবে ভাবে শেষ হওয়া এক অমীমাংসিত খেলা (উন নাল ইকুইটেবেল) [ফরাসী ভাষায়]: | Mit einem Unentschieden gegen ein großartiges Team hat die algerische Mannschaft Millionen von Fans wieder Hoffnung gegeben, die darauf hoffen, dass das grüne Team die erste Runde überstehen wird: Ein algerischer Blogger kommentiert in einem Beitrag mit dem Titel Un nul équitable (ein faires Unentschieden) [fr]: |
4 | আলজেরিয়া এবং ইংল্যান্ড সমানে তালে খেলেছে, যে খেলার ৯০ মিনিট গোলশূন্য অবস্থায় অমীমাংসিতভাবে শেষ হয়। এই খেলায় সবুজ জার্সিধারী দলটি অনেক সম্মানজনক খেলা প্রদর্শন করে, যা তার পূর্বের খেলায় ছিঁটেফোঁটাও দেখা যায়নি। | Algerien und England liegen Kopf an Kopf mit dem Ergebnis, dass nach 90 Minuten ein Unentschieden entstanden war und das grüne Team sich ehrenvoll aufgeführt hat, weit entfernt von ihrem früheren Match. |
5 | তিনি এর যোগ করেন: | Er fügt dann hinzu: |
6 | এই খেলায় পরাজয় মানেই ছিল দলটির হয়ত বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া। | |
7 | আলজেরিয়া ফুটবল দল বিশ্বকাপে তাদের টিকে থাকার সময়টি বাড়াতে সমর্থ হল। যদি তা ঘটে, তবে সেটি হবে একটি ঐতিহাসিক ঘটনা, কিন্তু তা সম্ভব, সেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য দলটিকে তাদের তৃতীয় খেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় লাভ করতে হবে (…)। | Während eine Niederlage den Ausstieg aus der WM bedeutet hätte, verlängert Algerien nun seinen Aufenthalt, um eine historische, aber machbare zweite Runde zu erreichen, wozu sie bei ihrem dritten Spiel gegen die USA gewinnen müssen. |
8 | রাচিদা একজন আলজেরিয়ার নাগরিক, যে বর্তমানে ফ্রান্সে বাস করে। ভদ্রমহিলা আলজেরিয় দলের প্রতি তার অনুরাগের কথা প্রকাশ করেছেন [ফরাসী ভাষায়]: | Rachida, eine in Frankreich lebenden Algerierin drückt ihre Bewunderung für die algerische Mannschaft so aus [fr]: |
9 | বিশ্বের সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে ৯০ মিনিট ধরে একইভাবে সমান তালে খেলা, যদিও তা সেরা দল নয়, তারপরেও তাদের সাথে খেলা এই দলের জন্য ছিল অন্যতম এক চ্যালেঞ্জ, কিন্তু তারা তা করে দেখিয়েছে। | Um Kopf-an-Kopf für 90 Minuten gegen die besten Spieler der Welt, wenn auch nicht das beste Team, zu bestehen, war eine große Herausforderung, aber sie haben es geschafft. |
10 | আলজেরিয়া দলকে টুপি খুলে সম্মান জানাই! | Hut ab vor der algerischen Mannschaft!! |
11 | এই খেলার ফলাফলের উপর মন্তব্য করতে গিয়ে এসপেরানসে আলাপ করা সভায় বা একটি চ্যাটিং ফোরামে লিখছে [ফরাসী ভাষায়]: | Zum Ergebnis des Spieles kommentiert Espérance in einem Chat-Forum[fr]: |
12 | তারা স্লোভেনিয়ার বিরুদ্ধে ভালো খেলেছিল, কিন্তু এই পরের খেলাটি ছিল তার চেয়ে অনেক ভালো। | Sie spielten gut gegen Slowenien, aber das war viel besser. |
13 | এই খেলায় কোন মারাত্মক ভুল হয়নি। এরজন্য তাদের ধন্যবাদ এবং আমি নিশ্চিত যে তারা পরের খেলায় অনেক ভালো করবে। | Glücklicherweise keine fatalen Fehler, und ich bin sicher, sie können es sogar noch besser machen. |
14 | ফুটবল বিশেষজ্ঞ নয় এমন পরিচয় দিয়ে এসপেরানসে নামের ভদ্রমহিলা এই উপদেশ প্রদান করেছে: | Sie gibt zwar zu, dass sie vom Fußball nicht viel versteht, doch gibt sie diesen Rat: |
15 | জিয়ানির বদলে আবদুনকে নামানো উচিত নয়, এমনকি যদি পরবর্তী খেলায় সে আহত হয় তারপরেও | Im nächsten Spiel sollte der Spieler Abdoune nicht Ziani ersetzen, selbst wenn er verletzt ist. |
16 | খেলা চলা সময়কার একটি দৃশ্যের ছবি বা স্ত্রীনশট। | Bildschirmaufnahme der Sendung während des Spiels |
17 | খেলা চলার এক মুহূর্তে একটি ঘুঘুকে আলজেরিয়ার গোলপোস্টের উপর বসে থাকতে দেখা যায় এবং এটি আলজেরিয়ার অনেকের আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। | Das Bild einer Taube oben auf dem Torbalken des algerischen Tors hat einen dauerhaften Eindruck hinterlassen und wurde in Algerien sehr viel diskutiert. |
18 | এই দৃশ্যের উপর ফেসবুকে ডেজামাল ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছে: | Die Szene wurde von Djamel bei Facebook sarkastisch kommentiert: |
19 | এই ঘুঘু আলজেরিয়ার জন্য একটি যুদ্ধের বার্তা বয়ে আনে বাস্তবে যা ডিফো এবং হেস্কির চালাকি। | Die Taube mit der Kriegsnachricht gegen Algerien war in Wahrheit eine List von Defoe und Heskey. |
20 | এটা ছিল ক্যাপেলোর এক কৌশল! | Das war also Capellos Strategie! |
21 | ইংরেজরা ভেবেছিল যে আমরা সরল ঘুঘু। | Die Engländer dachten, wir wären naive Tauben. |
22 | আমাদের গোলরক্ষক মো'বিহিলি এই পাখির চেয়েও উপড়ে উড়তে সক্ষম হয়েছে এবং আকাশ পথে আসা যে কোন সাহায্যকে মোকাবেলা করার জন্য সে যথেষ্ট শক্তিশালী ছিল। | Mbouhli, der Torwart, flog höher als dieser Vogel und war in der Tat stärker als jede Hilfe aus der Luft. |
23 | আলজেরিয়ার লোকেরা তাদের আশা ত্যাগ করেনি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তাদের দলটি যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে হারাতে পারবে। | Die Algerier haben die Hoffnung nicht aufgegeben und sind fest davon überzeugt, dass ihre Mannschaft das amerikanische Team schlagen wird. |
24 | প্রশ্ন হচ্ছে সেদিনও কি ঘুঘুটি উপস্থিত থাকবে।? | Die Frage ist, wird die Taube auch dort sein? |