Sentence alignment for gv-ben-20140515-43215.xml (html) - gv-deu-20140512-20778.xml (html)

#bendeu
1ভারতে প্রকাশ্য স্থানে মূত্রত্যাগ বন্ধে পিসিং ট্যাঙ্কারের অভিযানIndische Aktivisten bekämpfen öffentliches Urinieren mit Wasserwerfer
2শহুরে এলাকায় যথেষ্ট পরিমাণ গণ শৌচাগার না থাকা, ভারতের রাস্তায় মূত্রত্যাগের অন্যতম এক প্রধান কারণ।In Indiens Ballungsräumen fehlt es an öffentlichen Toiletten. Dies ist der Hauptgrund für das Urinieren in der Öffentlichkeit.
3ছবি লেখকের।Bild vom Autor bereitgestellt.
4দক্ষিণ এশিয়ার অনেক রাষ্ট্র, বিশেষ করে ভারতে প্রকাশ্যে মূত্রত্যাগ অন্যতম এক সমস্যা।Alle Links in diesem Artikel führen zu englischsprachigen Webseiten.
5দেওয়াল, গলি এবং বাড়ির কোণে মানুষ মূত্রত্যাগ করছে, এমন দৃশ্য ভারতে খুব সাধারণ এক ঘটনা।Urinieren in der Öffentlichkeit ist ein bekanntes Problem in vielen südasiatischen Ländern, besonders aber in Indien.
6গণ শৌচাগার না থাকাটা একটা সমস্যা, কিন্তু স্বাস্থ্যবিধি এবং প্রকাশ্য স্থানে কি ভাবে শোভন থাকা যায়, সে বিষয়ে ধারণা এই সমস্যার এক কারণ।Oft sieht man Männer, die sich in aller Öffentlichkeit an Mauern, in Gassen oder Ecken erleichtern.
7ব্লগার উদাস প্রিস্ট মজার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন কেন ভারতীয়রা রাস্তার পাশের দেওয়ালে মূত্রত্যাগ করে।Ein Grund ist der Mangel an öffentlichen WCs, diese Problematik wird aber noch verstärkt durch mangelndes Verständnis für Hygiene und schlechtes Benehmen.
8বিভিন্ন একটিভিস্ট এবং সংগঠন এই সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছে, যার মধ্যে রয়েছে দিল্লির জন সচেতনতা মুলক প্রচারণা, মূত্রত্যাগের এলাকা পরিষ্কার করা এবং দেওয়াল রঙ করা ও সেগুলো রক্ষণাবেক্ষণ করা এবং রাজস্থানে ঢোল এবং বাঁশী বাজিয়ে মূত্রত্যাগ করা ব্যক্তিকে লজ্জা দেওয়া।Blogger Udaas Priest hat urkomische Ansichten, warum Inder an öffentliche Gebäude pinkeln. Aktivisten und mehrere Organisationen starteten verschiedene Versuche, das Problem zu lösen: Unter anderem durch öffentliche Aufklärungskampagnen in Neu Delhi, durch Instandhaltung der Mauern und in Rajasthan mit dem Bloßstellen der Missetäter mittels Trommeln und Trillerpfeifen.
9কিন্তু দৃশ্যত এই সমস্ত প্রচেষ্টার কোন প্রভাব দেখা যাচ্ছে না।All diese Bemühungen haben nur wenig genützt.
10এখন প্রশ্ন হচ্ছে “কি ভাবে ভারত প্রকাশ্য স্থানে মূত্রত্যাগের বিষয়টি বন্ধ করতে সক্ষম হবে“?Bleibt die Frage: “Wie kann Indien die Leute davon abhalten, in der Öffentlichkeit zu urinieren?”
11ছদ্মনামে পরিচালিত দি ক্লিন ইন্ডিয়ান, প্রকাশ্যে স্থানে মূত্রত্যাগ বিরোধী এক দল, তারা মুম্বাই-এ প্রকাশ্য স্থানে মূত্রত্যাগ বন্ধ করার এক সম্ভাব্য সমাধান নিয়ে এসেছে।Eine anonyme Aktivisten-Gruppe, genannt The Clean Indian, hat vielleicht die Lösung des Problems gefunden, um das öffentliche Pinkeln in Mumbai zu stoppen.
12দি ক্লিন ইন্ডিয়ান, উপরের এই ভিডিওটি ইউটিউবে পোস্ট করেছে, এতে দেখা যাচ্ছে পিসিং ট্যাঙ্কার নামক প্রকাশ্যে মূত্রত্যাগ বন্ধ করার এক যান, তার কাজে নেমে পড়েছে।Im obengenannten Video, das von The Clean Indian auf YouTube hochgeladen wurde, kann man ihren Anti-Pinkel-Wasserwerfer in voller Aktion sehen.
13এই দলের কর্মী, যারা তাদের পরিচয় লুকানোর জন্য মুখোশ পড়ে কাজ করে, তারা তাদের বিশালাকায় হলুদ ট্যাঙ্ক নিয়ে মুম্বাই-এর রাস্তায় টহল দিতে থাকে এবং যারা প্রকাশ্যে মূত্রত্যাগ করে তাদের উপর পানি ছিটাতে শুরু করে।:Die Gruppe, deren Mitglieder sich maskieren, um nicht erkannt zu werden, patrouilliert mit ihrem riesigen gelben Wasserwerfer in Mumbais Innenstadt. Diejenigen, die beim Urinieren in der Öffentlichkeit erwischt werden, werden gezielt mit Wasser bespritzt.
14ভারতের নেট নাগরিকরা মিশ্র প্রতিক্রিয়ার সাথে এই বিষয়টিকে গ্রহণ করেছে।Indiens Internetnutzer haben auf diese Aktion ganz unterschiedlich reagiert.
15অনেকে এই প্রচেষ্টাকে সমর্থন করেছে:Manche unterstützten den Versuch:
16বেশ ভালো এক চিন্তা…কিন্তু যথেষ্ট পরিমাণ গণ শৌচাগার না তৈরীর করার বিরুদ্ধে তারা কি ধরনের কার্যক্রম গ্রহণ করবে?Gute Idee… aber was können sie dagegen unternehmen, dass immer noch nicht genügend öffentliche Toiletten bereitgestellt werden? Der Anti-Pinkel-Wasserwerfer
17ওহ কি দারুণ: যদি তা সত্যি হয়, তাহলে এটা একটা দারুণ চিন্তা।Wow, falls das wahr ist, ist es eine geniale Idee.
18যদিও একই সাথে ভারতের যথেষ্ট পরিমাণ গণ শৌচাগার প্রয়োজনDennoch braucht Indien öffentliche Urinale. Der Anti-Pinkel-Wasserwerfer
19পিসিং ট্যাঙ্কার: “আপনি বন্ধ করুন, আমরাও করব”: যখন আমার বয়স ৭ বছর সত্যিকার অর্থে তখন থেকে আমি এই কাজটি দেখতে চেয়েছিলাম।Der Anti-Pinkel-Wasserwerfer: “Du hörst auf, wir hören auf”. Ehrlich gesagt, darauf warte ich schon seit meinem 7.Lebensjahr.
20এই বিষয়ে কোন মতামত?Meinungen?
21কিন্তু এতে সকলে কিন্তু খুশী নয়:Andere fanden es nicht so toll:
22পিসিং ট্যাঙ্কার: “আপনি বন্ধ করুন, আমরাও করব”- বিষয়টি যথেষ্ট বিনোদন প্রদান করছে, কিন্তু সুস্পষ্ট ভাবে তারা সীমা লঙ্ঘন করছে, নজরদারির মাধ্যমে বিচার করার মধ্যে দিয়ে।Der Anti-Pinkel-Wasserwerfer: “Du hörst auf, wir hören auf”: Recht unterhaltsam, aber das geht zu weit, das ist Selbstjustiz.
23মনোযোগ আকর্ষণ করতে চাইছে এমন একদল নির্বোধ।Dämliche Leute, die nur auf sich selbst aufmerksam machen wollen.
24বিষয়টি যেন এমন যে, বিশালকায় এক ট্যাঙ্কারের পানির অপচয়ের মাধ্যমে ভারতকে প্রকাশ্যে মূত্রত্যাগ করা থেকে বিরত রাখা । যাও…Als ob riesige Mengen an Wasser ganz Indien dazu bringen könnten, nicht mehr in aller Öffentlichkeit zu pinkeln.
25ব্লগার মানিশ আগারওয়াল যুক্তি প্রদান করেছে যে প্রকাশ্যে মূত্রত্যাগ বন্ধ করার জন্য ট্যাঙ্কার সঠিক সমাধান নয়।Blogger Manish Agarwal argumentierte, dass der Wasserwerfer nicht die richtige Lösung sei, um öffentliches Urinieren zu stoppen.
26সে এই চিন্তার কিছু ত্রুটি তালিকাভুক্ত করেছে।Hier einige seiner Gegenargumente:
27এই বিষয়কে ঘিরে এক কৌতূহলজনক বিতর্ক তৈরী হয়েছে অবতারণা হয়েছে, এটা কি আদতে স্বাস্থ্যগত বিষয়ের চেয়ে সংস্কৃতির এক বিষয়, আদৌও এটা কি একটা সমস্যা অথবা এই বিষয়ে নাগরিকদের মাথা ঘামানো উচিত।Rund um dieses Thema gab es interessante Debatten: Ist es eher ein kulturelles Problem oder mehr eines der Hygiene, ist es denn überhaupt ein Problem und sollten sich die Leute damit herumärgern?
28অন্য দেশের জীবন যাপন অনুশীলনের সাথে ভারতের অনুশীলনের তুলনা করার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান অনুসন্ধান, তেমন একটা কাজে লাগবে না।Indiens Sitten mit denen anderer Länder zu vergleichen, ist wohl auch keine Lösung für das Problem.
29তবে, দেওয়াল গুলোকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা,সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং স্বাস্থ্য এবং স্বাস্থ্যগত ভাবে নিরাপদ থাকার মত বিষয়ে জন সচেতনতা বৃদ্ধির মত বিষয় নিঃসন্দেহে কাউকে আঘাত করবে না।Jedoch ist nicht nur die Instandhaltung von Mauern und Gebäuden hier wichtig, auch könnte eine größere Aufmerksamkeit in der Bevölkerung für Sauberkeit und Gesundheitsrisiken nicht schaden.