# | ben | deu |
---|
1 | ইজরায়েলের আকাশে প্যালেস্টাইনি ড্রোন | Palästinensische Drohnen über Israel |
2 | হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড আজ মনুষ্যবিহীন ড্রোনের তিনটি মডেল প্রকাশ করেছে। | |
3 | তারা জানিয়েছে, এই ড্রোনগুলো হামলার উদ্দেশ্যে ইজরায়েলের আকাশে ঢুকেছে। সাংবাদিক দিমা খতিব টুইট করেছেন: | Die palästinensischen Al Qassam-Brigaden, der militärische Arm der Hamas, haben heute drei Typen unbemannter Drohnen vorgestellt, die für den Himmel über Israel bestimmt sein sollen: |
4 | আল কাশেম ব্রিগেড বলেছে যে তারা তিন ধরণের আবাবিল ড্রোন বানিয়ে্ছে: এ১এ, এ১বি আর এ১সি। | |
5 | ছবিতে এ১বিকে একটি মিশনে দেখা যাচ্ছে। | Die Journalistin Dima Khatib twittert: |
6 | প্যালেস্টাইনে তৈরি এই ড্রোনগুলোর নাম দেয়া হয়েছে আবাবিল। | Die Al Qassam-Brigaden sagen, sie hätten drei Typen von Ababil-Drohnen: A1A, A1B, A1C. |
7 | আবাবিল হলো এক জাতের পাখি। | Foto der A1B von @QudsN während einer Mission. |
8 | পবিত্র কোরানে এদের নাম উল্লেখ রয়েছে। ৫৭১ সালে আবাবিল পাখি ইয়েমেনের সাথে যুদ্ধে মক্কা শরীফকে রক্ষা করেছিল। | Die in Palästina hergestellten Drohnen werden Ababil genannt, nach einer im heiligen Koran genannten Vogelart, die Mekka im Jahre 571 während des Krieges gegen den Jemen beschützte. |
9 | গাজার ব্লগার জেহান আলফারা ব্যাখ্যা দিয়েছেন: | Die in Gaza ansässige Bloggerin Jehan Alfarra ruft aus: |
10 | প্যালেস্টাইনিদের ড্রোন ব্যবহার করা দেখে ইজরায়েলিরা অবাক হয়েছে। | #Israel ist von den Drohnen schockiert, die vom palästinensischen Widerstand in #Gaza eingesetzt werden! |
11 | আমরা খুব খুশি! গেমঅবড্রোন! | So sind wir #GameOfDrones |