Sentence alignment for gv-ben-20140224-41884.xml (html) - gv-deu-20140326-18716.xml (html)

#bendeu
1বাংলাদেশে জিহাদের ডাক দিলো আল কায়েদাAl-Qaida ruft in Bangladesch zum Jihad auf
2আইমান আল জাওয়াহিরির একটি ভিডিওর স্ক্রীনশটScreenshot eines Videos von Ayman Al-Zawahiri
3আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল কায়েদার একটি অডিও-ভিডিও বার্তায় বাংলাদেশে জিহাদের ডাক দিয়েছে।Alle Links in diesem Artikel führen, soweit nicht anders gekennzeichnet, zu englischsprachigen Webseiten. Die militante Organisation Al-Qaida [de] veröffentlichte online ein Video, in dem sie zum Jihad in Bangladesch aufruft.
4সংগঠনটির প্রধান আয়মান আল জাওয়াহিরির নাম ও ছবিসহ ইন্টারনেটে প্রচারিত আরবি ভাষায় দেয়া এই বার্তায় বাংলাদেশে, তাদের ভাষায় ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেয়া হয়েছে।Die Tonaufnahme wurde in ein Video eingebettet, welches den Kopf der Organisation Ayman Al-Zawahiri zeigt, der Anhänger anhält - wie er sagt- anti-islamischen Verschwörungen standzuhalten und sich einer (aufkommenden) “Intifada” in Bangladesch anzuschließen.
5তিনি ভিডিও বার্তায় বাংলাদেশি মুসলিম ভাইয়ের প্রতি আহবান জানিয়েছেন:So lud er Muslime in Bangladesch ein:
6এই উপমহাদেশে এবং পশ্চিমের দুস্কৃতকারীরা, ইসলামের বিরুদ্ধে এবং তার নবীর বিরুদ্ধে যারা ক্রুসেড পরিচালনা করছে, তাদের প্রতিরোধ করার জন্য। তাদের লক্ষ্য এদেশের মুসলমানদের একটি অবিশ্বাসের এবং ধ্বংসের জগতের দাস করে রাখা।Diesen kreuzritterlichen Angriff auf den Islam, angezettelt von den führenden Kriminellen des Subkontinents und des Westens gegen den Islam, den Propheten des Islam und den islamischen Glauben zu konfrontieren, durch den sie dich zu Sklaven eines despotischen und ungläubigen Systems machen wollen.
7এখানে সেই ভিডিও মেসেজের একটি লিখিত সংস্করণ(পিডিএফ) রয়েছে।Hier ist eine Transkription der Videobotschaft (PDF).
8২৮ মিনিট এবং ৫৮ সেকেন্ডের এই ভিডিও বার্তাটির শিরোনাম: “বাংলাদেশ: নিস্তব্ধতার দেয়ালের পেছনে গণহত্যা”, যাতে আল জাওয়াহিরির বার্তার অডিও প্রচার হয় তার এবং অন্যদের স্থিরচিত্র সহকারে।Das gesamte Video dauert knapp 29 Minuten und ist betitelt mit “Bangladesch: Massaker hinter einer Mauer des Schweigens”. Es zeigt die Nachricht Al-Zawahiris mit einem Bild seiner Person, sowie mit weiteren Bildern, wie etwa von der Kundgebung der fundamentalistischen Organisation Hifazat-e-Islam im Mai letzten Jahres.
9হেফাজতের মিছিলের ছবিও সেখানে দেখানো হয়।Aaron Y.
10জিহাদোলজি সাইটের পরিচালনাকারী অ্যারন ওয়াই জেলিন ইউরোবিডিনিউজ অনলাইনকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন এটি নিশ্চিত যে এই কণ্ঠস্বর আয়মান আল জাওয়াহিরির।Zelin, Betreiber der Webseite Jihadology, berichtete in einem Interview mit EuroBDNewsOnline.com, dass er sich sicher sei, es handele sich um die Stimme Ayman Al-Zawahiris.
11বাংলাদেশের র‍্যাব এই বার্তার উৎস খুঁজতে গিয়ে রাসেল বিন সাত্তার নামে এক যুবককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ সেই বাংলাদেশে আল কায়দার নেতা জাওয়াহিরির বার্তাটি প্রথম ছড়িয়েছে।Bangladeschs polizeiliche Eliteeinheit zur Kriminalitäts- und Terrorbekämpfung “Rapid Action Battalion” (RAB) verfolgte die Quelle des Videos zurück und verhaftete Rasel Bin Sattar Khan wegen der Verbreitung der kontroversen Botschaft von Al-Qaida-Kopf Ayman Al-Zawahiri.
12সে কুখ্যাত উগ্রপন্থী ফেইসবুক পাতা বাশেরকেল্লা এবং আরও কিছু জিহাদী ব্লগের পরিচালক (অ্যাডমিন) যেগুলো ধর্মীয় উগ্রপন্থীরা চালিয়ে থাকে বলে ধারনা করা হয়।Khan ist Administrator der kontroversen Facebookseite Basherkella und einiger anderer militanter Blogs [bn], von denen angenommen wird, sie werden von Extremisten betrieben.
13সে স্বীকার করেছে যে এই ভিডিওটি সে পাকিস্তানী এক ওয়েবসাইট থেকে সংগ্রহ করে এবং বাংলাদেশে এটি ছড়িয়ে দেবার উদ্যোগ নেয়।Er bekannte sich dazu [bn], mit der Verbreitung des Videos in Bangladesch begonnen zu haben, welches zuvor auf einer pakistanischen Webseite hochgeladen worden war.
14সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জামায়াত, হেফাজতে ইসলাম সহ উগ্রপন্থী সংগঠনগুলো নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে।Erst kürzlich waren religiös-extremistische Organisationen wie Bangladesh Jamaat-e-Islami und Hifazat-e-Islam in Bangladesch in gewalttätige Auseinandersetzungen verwickelt.
15এই অপতৎপরতার সাথে আল কায়েদার জিহাদের আহবান একই সূত্রে গাঁথা বলে অভিযোগ করেছেন নেটিজেনরা।Von Seiten einiger Internetnutzer wurde spekuliert, der Aufruf zum Jihad in Bangladesch könne in Zusammenhang damit stehen.
16রায়হান রশীদ (@rayhanrashid) টুইট করেছেন:Der in der Diaspora lebende Rechtsanwalt Rayhan Rashid (@rayhanrashid) twitterte:
17জামায়াত-বিএনপিকে সমর্থন দিতে আল কায়েদা প্রধান জাওয়াহিরি বাংলাদেশের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন।Al-Qaida-Anführer Al-Zawahiri spricht von einer “Intifada” in Bangladesch, als Unterstützung von #Jamaat, #BNP.
18এবার আনুষ্ঠানিক আঁতাঁত প্রতিষ্ঠিত হলো।Verbindung jetzt offiziell.
19বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী সংগঠন জামায়াত তাদের জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছে। মোফাকখারুল তৌফিক মনে করছেন, আল কায়েদার এই ভিডিও বার্তার মাধ্যমে জামাতের জঙ্গী সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়া গেল:Die Jamaat, die früher gegen die Unabhängigkeit Bangladeschs von Pakistan kämpften, stritten ihre Beziehungen zu Militanten bislang immer ab. Mofaqkharul Taufique schrieb nun, die Jamaat könne nun nicht länger die Wahheit verneinen, welche in diesem Video gezeigt worden sei:
20এ বার ভিডিও-বার্তায় প্রকাশ্যেই জামাত-নেতাদের পাশে দাঁড়ালেন আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি।In dieser Videobotschaft unterstützt Al-Qaida-Anführer Al-Zawahiri offen die Jamaat. Kann noch irgendjemand bestreiten, dass die Jamaat eine militante Organisation ist?
21এর পরেও কি কেউ বলবেন যে জামাত জঙ্গী সংগঠন নয় ?Jamaat und Hefazot bestritten beide offiziell jegliche Beziehung zu Al-Qaida.
22এদিকে জামায়াত এবং হেফাজত দু'দলই আল কায়েদার সাথে তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে। নাস্তিক ব্লগারদের গ্রেফতারসহ তের দফা দাবিতে হেফাজতে ইসলাম সহিংস কর্মসূচী পালন করে।Aktivisten von Hifazat-e Islam marschieren als Teil ihres Belagerungsprogramms in Dhaka, um ihrer 13 Punkte umfassenden Forderung Ausdruck zu verleihen, darunter die Forderung nach der Inhaftierung eines atheistischen Bloggers.
23ছবি ফিরোজ চৌধুরী।Foto von Firoz Ahmed.
24স্বত্ত্ব: ডেমোটিক্স (৫/৫/২০১৩)Copyright Demotix (5/5/2013)
25গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা: ইমরান এইচ সরকার আল কায়েদার ভিডিও বার্তার প্রেক্ষিতে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া জানতে চেয়েছেন:Dr. Imran H. Sarker, ein Blogger und Sprachrohr für die Aktivisten der Bewegung Shahbag - einer Bewegung, die die Todesstrafe für Kriegsverbrecher des Unabhängigkeitskrieges unterstützt - forderte Reaktionen anderer politischer Parteien:
26এক ভিডিও বার্তায় জামাত- হেফাজতের আন্দোলনকে সমর্থন করে ধর্মের নামে মানুষ হত্যার কথিত জিহাদের ডাক দিয়েছে আল-কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরি।Al-Qaida-Anführer Ayman Al-Zawahiri hat zum Jihad und zur Unterstützung von Hifazat/Jamaat aufgerufen.
27জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি?Was sind die Reaktionen verschiedener politischer Parteien und Zusammenschlüsse?
28যুদ্ধাপরাধী, সন্ত্রাসী সংগঠন জামাত-শিবির, হেফাজত কে নিষিদ্ধ করতে আর কতো অপেক্ষা?Wie lange wird es noch dauern, anti-unabhängige und militante Organisationen wie Jamaat und Hifazat zu verbieten?
29প্রথম আলোর পাঠক আবদুল্লাহ আল-মামুন একে বাংলাদেশ রাষ্ট্রের প্রতি সরাসরি হুমকি বলে উল্লেখ করেছেন:Abdullah Al Mamun, ein Leser der Seite Bangla daily Prothom Alo, kommentierte:
30এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতি সরাসরি হুমকি বা হস্তক্ষেপ।Dies ist ein direkter Angriff gegen Bangladesch als Land.
31এসব হুমকি আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে।Dies hat uns alle beunruhigt.
32সাংবাদিক অঞ্জন রায় ভিডিও বার্তার সত্যতা যাচাই করার আহবান জানিয়েছেন:Journalist Anjan Roy hingegen spricht sich für eine Verbreitung des Videos aus:
33বাংলাদেশে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জাওয়াহিরি- এই ভিডিওটি এখন আলোচনায়, প্রথমত দরকার ভিডিওটির তথ্য সত্যতা যাচাই।Al-Zawahiri ruft zum Widerstand in Bangladesch auf - dieses Video ist Quelle einer heißen Debatte. Zunächst müssen wir feststellen, ob das Video glaubwürdig und echt ist.
34সত্য হলেও বিন্দুমাত্র শংকার নাই- আমরা শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি।Wir müssen jedoch nicht beunruhigt sein, selbst wenn es echt sein sollte. Dies hier ist nicht Afghanistan oder Pakistan.
35এটা আফগানিস্তান না, পাকিস্তান না।Wir Bengalis wissen, wie man kämpft.
36এটা বাংলাদেশ- আল কায়দাকে কায়দা করতে দেয়ার জন্য আমাদের পিতা আর ভাইয়েরা যুদ্ধ করেন নি।Unsere Väter und Brüder haben nicht die Unabhängigkeit erkämpft, um nun Al-Qaida herrschen zu lassen.
37আমাদের মা আর বোনরাও জানেন কিভাবে অনুপ্রেরণা দিতে হয় প্রিয়জনকে যুদ্ধে যাবার।Unsere Geliebten wissen sich für den Kampf zu rüsten.
38একেএম ওয়াহিদুজ্জামান মনে করেন, রাজনীতির মাঠ গরম করতে এই ভিডিও বার্তাটি সামনে নিয়ে আসা হয়েছে:Akm Wahiduzzaman schreibt, das Video habe einen ganz anderen Zweck, nämlich eine Debatte in der politischen Arena anzustoßen:
39দেশে-বিদেশে যখন এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা হচ্ছে, এমন কী সভ্যদেশগুলো যখন এই হত্যাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি বাতিল করছে।Während in diesem Land über außergerichtliche Hinrichtungen von Sicherheitskräften gesprochen wird, haben einige Länder sogar Schulungen für diese Sicherheitskräfte abgesagt, inmitten der Auseinandersetzungen.
40তখন ‘বিডি নিউজ ২৪' গত ১৪ জানুয়ারি আল শাহাব মিডিয়ার তৈরি এবং জিহাদোলজি ডট নেট সাইটে প্রকাশিত একটি ভিডিও বার্তা নিয়ে মাঠ গরম করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দেবার পাশাপাশি জঙ্গী ইস্যু দিয়ে পশ্চিমাদের মন গলানোর চেষ্টা করছে।Genau in diesem Moment veröffentlichte die Webseite Jihadology.net ein Video, erstellt von Al-Shahab Media, welches von BDNews24.net besonders hervorgehoben wurde, um auf die Kontroversen mit militanten Gruppen hinzuweisen.
41আরে গর্দভের দল, ওটা সত্যি হলে আরো একমাস আগেই পশ্চিমা মিডিয়া এবং আল জাজিরা লিড নিউজ করতো। তোমাদের মত চিপায় পরে এস্কেপ রুট খোঁজার জন্য একমাস বসে থাকতো না।Wäre all dies wahr, hätten internationale Medien und Al-Jazeera es bereits vor einem Monat unter den Top News veröffentlicht.
42আল কায়েদার হুমকিকে তদন্ত করে দেখছে সরকার। তবে একে বড় হুমকি হিসেবে দেখছেন না দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।Die Regierung untersucht derzeit den Angriff Al-Qaidas, Innenminister Asaduzzaman Khan Kamal sieht darin allerdings bislang keinen großen Angriff.
43এদিকে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব:) আব্দুর রশীদ বিষয়টিকে হালকাভাবে না নেয়ার কথা বলেছেন:Sicherheitsanalyst Major (im Ruhestand) Abdur Rashid hingegen sagte in einem Interview gegenüber BBC Bangla, Bangladesch solle die Angelegenheit nicht zu leicht nehmen.
44আল কায়েদার শক্তি কমে গেলেও ভাবাদর্শগতভাবে বাংলাদেশে তাদের অনুসারী আছে।Obwohl Al-Qaida geschwächt wurde, existiert weiterhin eine Reihe von eingeweihten Anhängern in Bangladesch.
45তারা উজ্জীবিত হয়ে আল-কায়েদার সহায়তায় কোন নাশকতা করতে পারে। এ আশংকাকে আমি উড়িয়ে দিচ্ছি না।Wir können keinerlei gewalttätige Aktivitäten von dieser Seite ausschließen, solange sie Al-Qaida unterstützen.
46অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ ইশতিয়াক আলি চোধুরী ডেইলি স্টারে একটি মতামত লিখেছেন:Ishfaq Ilahi Choudhury, ein pensionierter Beamter der Luftwaffe und Sicherheitsanalyst, kommentierte in einer Kolumne des Daily Star:
47আমরা যারা একটি গণতান্ত্রিক দেশ, একটি বহু ধর্মের, বহু সংস্কৃতির, শিক্ষিত, স্বাস্থ্যবান এবং সমৃদ্ধিশালী জাতি চাই, তাদের কাছে জাওয়াহিরির বার্তা, যদি মিথ্যাও হয়, এটিই প্রমাণ করে যে শত্রু অতি নিকটে এবং আমাদের সবা্রই এগিয়ে আসতে হবে তাদের প্রতিহত করতে।Für diejenigen von uns, die von einem demokratischen Staat träumen, einer multireligiösen, multikulturellen Gesellschaft, einer gebildeten, gesunden und wohlhabenden Nation, für diejenigen ist Al-Zawahiris Botschaft - selbst wenn sie ein Schwindel sein sollte - eine eingehende Mahnung, dass wir einen Feind vor der Tür haben, den wir nur gemeinsam besiegen können.
48জাতি হিসেবে দল ও মতবাদ নির্বিশেষে আমাদেরকে ধর্মীয় উগ্রবাদ প্রতিহত করতে একমত হতে হবে এবং এ লক্ষ্যে কাজ করতে হবে।Wir als eine Nation müssen zu einem Schulterschluss, zumindest zu einem kleinsten gemeinsamen Nenner in der politischen Agenda, kommen und sehen, dass es im Kampf gegen religiöse Extremisten keine andere Lösung, als einen nationalen Konsens gibt.