# | ben | deu |
---|
1 | হাঙ্গেরী: উপশহরের ধোঁয়াশা কমানোর স্টেশন | Ungarn: “Smog-Reduzierung im Stadtzentrum” |
2 | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বুদাপেস্টের বালা লুজাজাহ স্কোয়ারে এক অদ্ভুত কাঠামোর উপর সবার দৃষ্টি পড়ে। | Letzte Woche erschien auf dem Blaha Lujza Square in Budapest eine seltsame Struktur. Die Arbeit von Téreltérítés Munkacsoport (‘Arbeitsgruppe devianter Raum') war mit dem öffentlichen Raum und Kunstfest der Hauptstadt, Placcc genannt, verbunden. |
3 | টেরেলটেরিটেস মুঙ্কাসস্পোর্টস (ডিভিয়ান্ট স্পেস ওয়ার্কিং গ্রুপ) নামক প্রতিষ্ঠান দেশটির উন্মুক্ত স্থানে ও শিল্প উঁৎসবে তাদের শিল্পকর্ম প্রদর্শন করে। | Die Konstruktion - “Downtown Smog Reducing Station” (Smog-Abbau Station in der Innenstadt”) wurde nach Plänen von Richard Buckminster Fuller geschaffen und vereinigte verschiedene Ideen über die städtische Umwelt. |
4 | এই উৎসবের নাম প্লাসস। | András Földes von Képgyár Blog (‘Image Factory', HUN) berichtete: |
5 | এই কাঠামো বা শিল্পকর্মের নাম ডাউনটাউন স্মগ রিডাকশন স্টেশন বা উপশহরের “ধোঁয়া ও কুয়াশার মাধ্যমে সৃষ্ট ধোঁয়াশা (ধোঁয়া+ কুয়াশা) নামের দূষণ কমানোর স্টেশন”। | Es könnte als ein in dem Blaha Lujza Platz errichteter luminöser Iglo bekannt werden, der von jungen Künstlern und Architekten errichtet wurde, um die versmogte Luft mit biologischen Mitteln zu reinigen. |
6 | রিচার্ড বাকমিনিস্টার ফুলার ও শহরের পরিবেশ নিয়ে যারা কাজ করে, তাদের এক নতুন চিন্তা থেকেই এই কাঠামোটি নির্মাণ করা হয়। | |
7 | কেপাগিয়ার ব্লগের আন্দ্রেস ফোলডেস (ছবি ইমেজ ফ্যাক্টরি, হাঙ্গেরির সৌজন্যে) জানাচ্ছেন: | |
8 | বালাহ লূজাজা স্কোয়ারের এই কাঠামোটিকে আলোকজ্জল এস্কিমোদের ঘর ইগলু হিসেবে জানা যাচ্ছে। এটি তরুণ শিল্পী ও স্থাপত্যবিদ দের কাজ। | Das ist ein edles Ziel, denn verschmutzte Luft ist auf jeden Fall schlecht, saubere Luft ist auf der anderen Seite sehr gesund. |
9 | এটা জৈবিক ভাবে ধোঁয়াশা পরিষ্কার করতে পারে। | Trotzdem war die Euphorie um diese futuristische Konstruktion zuerst überraschend. […] |
10 | এই শিল্পকর্মের উদ্দেশ্য লক্ষ্য। | Die Webseite des Placcc-Festes sagt dazu: |
11 | দূষণ সব সময়ের জন্য খারাপ একটা বিষয়। অন্য দিকে পরিষ্কার বাতাস শরীরের জন্য স্বাস্থ্যকর। | Obgleich die Gruppe auch zukünftige Architekten enthält, hatten Sie das Gefühl es sei wichtig, den Raum aus anderen Aspekten anzugehen, nicht nur und ausschließlich von einen architektonischen Blickwinkel. |
12 | তবে তারপরেও ভবিষ্যৎ-এর কোন কাঠামো নির্মাণ প্রথমেই সবাইকে বিস্মিত করে। | Deshalb untersuchten sie die Verbindung von Mensch und Raum durch Kunst im öffentlichen Raum. |
13 | প্লাসাস উৎসবের ওয়েব সাইট অনুসারে: যদিও এই দল ভবিষ্যৎ-এর স্থাপত্য নিয়ে কাজ করে, তারপরেও ভিন্ন বিষয় থেকে স্থাপনাকে দেখার গুরুত্ব অনুভব করেছে। | Der Ausgangspunkt für das Werk, dass sie für das PLACCC Fest kreierten, ist der Glaube, dass wir nicht nur bloße Beobachter des (öffentlichen) Raumes sind, sondern ihn aktiv formen und an seiner Umgestaltung teilnehmen können. |
14 | কেবল স্থাপত্য কলার দৃষ্টিভঙ্গি থেকে নয়, মানুষ এবং স্থানের সাথে জন গুরুত্বপূর্ণ স্থানের যোগ সূত্রের উপর তারা গুরুত্ব প্রদান করেছে। | |
15 | প্লাসিস উৎসবে বিশ্বাস করা হয় যে উন্মুক্ত স্থানের তারা কেবল পর্যবেক্ষক নয়, তারা তাকে একটি নির্দিষ্ট আকার দিতে পারে এবং তাকে রূপান্তর করতে পারে। | |
16 | এই ছবিটি তুলেছে রোজমি, এখানে দেখাচ্ছে একটা প্লাস্টিকের ইগলু, এলাকার পরিবেশ পরিষ্কার করার জন্য এই শৈবালের কাঠামো এখানে রাখা হয়েছে। | Dieses Foto, von Rozmy aufgenommen, zeigt die Innenseite des Plastik-Iglos, wo die Algen Filtrierung vor sich geht. |
17 | আন্দ্রেস ফোল্ডেস টেরেলটেরিটেস মুঙ্কাসস্পোর্টসের প্রধানকে জিজ্ঞাসা করেছিলেন এই তথাকথিত ধোঁয়াশা কমিয়ে আনার যন্ত্রের কাজ সম্বন্ধে। | András Földes fragte den Leiter von Téreltérítés Munkacsoport über die Arbeitsweise des so-genannten ‘Smog-Reduzierers': […] |
18 | […] এই পরিকল্পনার প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনতাল লাকনার পরিস্রুত শৈবালের জৈব প্রযুক্তির কাজের পদ্ধতি ব্যাখ্যা করেন এবং প্রতি বাক্যের শেষে তিনি যোগ করেন, এটা কেবল একটা শিল্প নয়, এই বিষয়টি কাজ করে। | Der Leiter des Projektes und (Universitäts) Professor Antal Lakner, erklärte leidenschaftlich die Funktionsprinzipien des Algen-Filtrierungs Bio-Katalysators und fügte jedem seiner Sätze hinzu, dass das Ding tatsächlich funktioniere, dass es nicht nur ein Kunstobjekt sei. |
19 | লাকনার বলেন, “বর্তমান কালের এক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য শিল্পী, স্থাপত্যবিদ, জীববিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ সকলে মিলে এক সাথে কাজ করছে”। | “Hier haben ein Künstler, ein Architekt, ein Biologe und ein Techniker zusammengearbeitet, um ein bestehendes Problem zu lösen,” sagte Laken mit einem ‘Ungarische Algen Filtrierung' Helm auf seinem Kopf. |
20 | লাকনানের মাথায় একটি শৈবাল ভর্তি হেলমেট রয়েছে যা পরিবেশ সংরক্ষণের কাজ নিয়োজিত। তিনি বলেন, একটি চিহ্নিত করা গাড়ি এখানে আসে এবং তখন এটি প্রদর্শন করে যে শৈবাল রাখা এই এলাকায় কি পরিমাণ অক্সিজেন তৈরি হয়। | “Ein Prüfwagen kam hierher und demonstrierte, dass die Anlage beträchtliche Mengen von Oxygen herstellt,” sagte er, als er liebevoll die Glaskugel betrachtete, die still und leise damit beschäftigt war, Oxygen zu produzieren. |
21 | নি:শব্দে তৈরি অক্সিজেন যে কাঁচের বোতলে দখল করেছে তার দিকে তাকিয়ে তিনি পরম সন্তুষ্টির সাথে তিনি এ কথা বলছিলেন। | |