# | ben | deu |
---|
1 | দ্য ববসঃ আর বিজেতারা হলেন… | Die BOBs: And the winners are… |
2 | আপনি ব্যকুল হয়ে অপেক্ষা করেছেন, কম্পুটারের সামনে বসে থেকেছেন। | Dein Atem stockte. Du saßt vor deinem Computer. |
3 | হয়ত বার্লিনেও পৌছে গেছেন - হ্যা বার্লিন যেখানে ১৫ই নভেম্বর অনুষ্ঠিত হল ‘দ্য বব্স' এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান। | Vielleicht bist du sogar nach Berlin geflogen … den am 15. November wurden in Berlin die BOBs verliehen, eine Auszeichnung der Deutschen Welle und unterstützt von Global Voices. |
4 | দ্য বব্স (দ্য বেস্ট অফ দ ব্লগস) একটি প্রতিযোগিতা যার আয়োজক ডয়েশে উয়েলে ও সহ আয়োজক গ্লোবাল ভয়সেস অনলাইন। | Gewinnerin der höchsten Auszeichnung ist dieses Jahr Xenia Awimova, eine 23-jährige aufstrebende Fotojournalistin aus der belarussischen Hauptstadt Minsk. |
5 | অনুষ্ঠানে বিজেতাদের নাম ঘোষনা করা হল - এ বছরের প্রথম স্থান অধিকার করে নিল বেলারুসের রাজধানি মিঙ্কস থেকে ২৩ বছরের উঠতি চিত্র সাংবাদিক জেনিয়া আউইমোভা। | Ihr Blog Foto-Griffaneurei zeigt ihre Schwarz-Weiß-Fotografien vom Leben in und um Minsk. |
6 | জেনিয়ার ব্লগ ফটো গ্রিফানেউরেই (চিত্র পাগল) তুলে ধরেছে মিঙ্কসের জীবন যাত্রা, সাদা কাল ছবির মাধ্যমে। | Christian Gramsch, Programmchef bei der Deutschen Welle, sagte über das Blog: “Dem Blog gelingt es, mit wenigen Worten den Alltag der Menschen in Weißrussland hervorragend darzustellen.” |
7 | ক্রিসচিয়ান গ্রামস, ডয়েশে উয়েলের প্রোগ্রাম ডিরেক্টর, এই ব্লগের সম্পর্কে বলেনঃ “খুব অল্প কথায় এই ব্লগ বেলারুসের দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরেছে।” নিজের এই জয়ের কথা জানার পর জেনিয়া বলেন, ” বেলারুসে খুব বেশি সংবাদপ্ত্র বা মতামত প্রকাশের সুযোগ নেই। | Awimova erklärte den Erfolg ihres Blogs, nachdem sie von der Auszeichnung erfahren hatte, mit den Worten: “In Weißrussland gibt es kaum unabhängige Zeitungen oder andere Medien, in denen die Menschen ihrer Meinung Ausdruck verleihen können. |
8 | তাই আজকের যুবসমাজ ব্লগ লিখে নানান বিষয়ে তাদের ভাবনা চিন্তা প্রকাশ করছে। | Darum haben viele junge Menschen eigene Blogs.” |
9 | এলাইভ ইন বাগদাদ, একটি সুপরিচিত ইরাকি ভিডিও ব্লগ পেল সেরা ভিডিওব্লগ সম্মান। | Das beliebte Videoblog Alive in Bagdad, das über den Alltag in der irakischen Hauptstadt berichtet, wurde als bestes Videoblog ausgezeichnet. |
10 | সেরা ইংরেজি ব্লগ সম্মান পেল ভ্যলর আইটি, যা তাদের লেখার মাধ্যমে আহত আমেরিকান সৈন্যদের জন্য ল্যাপটপ কেনার ফান্ড তুলতে সাহায্য করে। | Bestes englisches Blog ist Valour-IT, ein Blog das Geld sammelt, um verwundeten amerikanischen Soldaten Notebooks zu kaufen. |
11 | একটা স্পেসাল ‘রিপোর্টার উইথাওউট বর্ডার' প্রাইজ দেওয়া হল নাম না জানা ব্লগার জটম্যান কে, যার ২০০৬ এর থাইলয়ান্ড ক্যু ও সাম্প্রতিক বার্মা কাভারেজ মেনস্ট্রিম মিডিয়াকে হার মানিয়েছে। | Eine besondere Auszeichnung von Reporter Ohne Grenzen ging an den anonymen Blogger Jotman, der in seiner Berichterstattung über den Putsch in Thailand 2006 und die Demonstrationen in Burma schneller war als die Nachrichten der Mainstream-Medie |
12 | বিজেতাদের সম্পুর্ন লিস্ট নিচে দেওয়া হলঃ | Die Liste aller Gewinner: |
13 | সেরা ব্লগঃ ফটো গ্রিফানেউরেই | Best Weblog: Photo-Maniac |
14 | সেরা ভিডিওব্লগঃ এলাইভ ইন বাগদাদ | Best Videoblog: Alive in Baghdad |
15 | সেরা পডকাস্টঃ ডাই গেফুলস্কোনসের্ভ (জার্মান) | Best Podcast: Die Gefühlskonserve (German) Blogwurst: Little Galerie (French) |
16 | রিপোর্টার উইথাওউট বর্ডারঃ জটম্যান (থাইল্যন্ড/বার্মা) | Reporter without Borders: Jotman (Thailand / Burma) |
17 | সেরা ব্লগ আরবঃ আলজাযীরা টক | Best Weblog Arabic: Aljazeera Talk |
18 | সেরা ব্লগ চাইনিজঃ লীয়ান ইউর দ্য এইটথ কনটিনেন্ট | Best Weblog Chinese: Lian Yue's The Eighth Continent |
19 | সেরা ব্লগ ডাচঃ ফ্রাঙ্ক ওয়াচিং | Best Weblog Dutch: Frankwatching |
20 | সেরা ব্লগ ইংরেজিঃ ভ্যলর আইটি | Best Weblog English: Valour IT |
21 | সেরা ব্লগ ফঁরাসীঃ Actualités de la république démocratique du Congo | Best Weblog French: Actualités de la république démocratique du Congo |
22 | সেরা ব্লগ জার্মানঃ Behindertenparkplatz | Best Weblog German: Behindertenparkplatz |
23 | সেরা ব্লগ ফার্সীঃ 35 Grad | Best Weblog Persian: 35 Grad |
24 | সেরা ব্লগ পর্তুগীজঃ Blog do Tas | Best Weblog Portuguese: Blog do Tas |
25 | সেরা ব্লগ রাসিয়ানঃ /dev/karlson/mind.log | Best Weblog Russian: /dev/karlson/mind.log |
26 | সেরা ব্লগ স্প্যানিশঃ A mis 95 años | Best Weblog Spanish: A mis 95 años |
27 | সব মিলিয়ে ১০০,০০০ ইউজার রা ববস ওয়েবসাইট হিট করেছেন ৭০০০ নমিনেটেড ব্লগস এর মধ্যে তাদের প্রিয় ব্লগের জন্য ভোট দিতে এং এই বছরের ববস পুরস্কার সাফল্যমন্ডিত করতে। | Alles in allem waren die diesjährigen BOBs mit 100.000 Besuchern, die auf der BOBs-Seite für ihre Favoriten unter den über 7000 Nominierten stimmten, ein enormer Erfolg. |
28 | অতএব ব্লগারগন, টাইপ করতে শুরু করুন কারন পরবর্তি ববস আসতে আর মাত্র এক বছর বাকি আর আপনি ও আপনার ব্লগও তাতে অংশগ্রহন করতে পারেন। | Wenn du also selbst Blogger bist, bleib am Ball, denn in nicht mal einem Jahr werden wieder die besten Blogs gesucht, und du könntest dabei sein! Geschrieben von Jillian York. |