# | ben | deu |
---|
1 | কুন্টুরঃ কলম্বিয়ায় চালু হল পাখি দেখার নতুন অ্যাপ্লিকেশন | Kuntur: Neue App zur Vogelbeobachtung in Kolumbien |
2 | [সব লিঙ্ক স্প্যানিশ ভাষার ওয়েবসাইটকে নির্দেশ করে] | Alle Links verweisen auf spanischsprachige Websites. |
3 | ২০১৪ সালে মার্চ মাসের শেষ সপ্তাহে কলম্বিয়ার জাতীয় প্রশিক্ষণ সার্ভিস (সারভিসিও নাসিওনাল দে আপ্রেন্ডিজাজে - সেনা) কুন্টুর নামে পাখি দেখার একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে। | |
4 | সেনা ওয়েবসাইট পোস্ট করে জানিয়েছে, “দেশের পাখি এবং জীব বৈচিত্র্য বিশেষজ্ঞদের তথ্য নিবন্ধন এবং বাস্তব সময়ে সম্প্রদায়ের সাথে তা শেয়ার করার জন্য কুন্টুর কাজ করবে। | |
5 | পাখিদের অবস্থান এবং তাঁদের সনাক্তকরণের সুবিধা সম্বলিত এর একটি ডাটাবেস রয়েছে।” ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট | In der letzten Märzwoche 2014 wurde vom Staatlichen Ausbildungsdienst in Kolumbien (Servicio Nacional de Aprendizaje - SENA) eine App zur Vogelbeobachtung mit dem Namen Kuntur eingeführt. |
6 | টুইটারে @বার্ডঅয়াচিং এ তারা এই উদ্যোগের লক্ষ্য ব্যাখ্যা করেছেন: কুন্টুরের লক্ষ্য হচ্ছে, কলম্বিয়ার সব প্রজাতির পাখির একটি ডাটাবেইস তৈরি করা। | Auf der Website von SENA hieß es, dass Kuntur “Experten für Avifauna und Artenvielfalt des Landes die Möglichkeit gibt, ihre Daten einzutragen und in Echtzeit mit der Gemeinschaft zu teilen. |
7 | অ্যাপ্লিকেশন এর অফিসিয়াল অ্যাকাউন্ট (@কুন্টুরঅ্যাপ) থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেতে পারি। | |
8 | যেমন, মার্চ মাসে এই অ্যাপ্লিকেশনটি কতবার ডাউনলোড করা হয়েছে (অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে, যেটি বর্তমানে অ্যাপ্লিকেশনটি পাওয়ার একমাত্র প্ল্যাটফর্ম): | |
9 | গুগল প্লে স্টোর থেকে প্রথম মাসেই কুন্টুর ২০০০ এরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। | Kuntur verfügt über eine Datenbank mit Angaben zu Beobachtungsort und Identifikation der Vögel.” |
10 | তখন এর গড়ে রেটিং ছিল … | Screenshot von YouTube. |
11 | লুইস কার্লোস যাপাটা আপ ওয়েব মভিলস এন্ট্রি অটরসএর উপর লিখা ব্লগে অ্যাপ্লিকেশনটি মুক্তির ব্যাপারে তাঁর ইতিবাচক প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়েছেন। | Unter @Birdwatching auf Twitter wurde die Zielsetzung der Initiative dargestellt: Mithilfe von Kuntur soll eine Datenbank mit allen Vogelarten in Kolumbien erstellt werden. |
12 | পাশাপাশি কুন্টুরের ধারণা কিভাবে শুরু হল তাও আমাদের বলেছেন: অ্যাপ্লিকেশন মানিজালেস টেকনোপার্কে তৈরি করা হয়েছে। | Auf dem offiziellen Twitteraccount der App (@KunturAPP) finden wir unter anderem Angaben darüber, wie oft die App im März heruntergeladen wurde (auf Android-Endgeräte, da die App derzeit nur dafür verfügbar ist): |
13 | এটি বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। শীঘ্রই এটি অ্যাপল স্টোরেও পাওয়া যাবে। | Im ersten Monat seit der Aufnahme in den Google Play Store wurde Kuntur über 2.000 Mal heruntergeladen, die durchschnittliche Bewertung war … |
14 | অ্যাপ্লিকেশনটি একটি শিক্ষামূলক উপায়ে কলম্বিয়ার ১৮০০ প্রজাতির পাখিকে সবার সাথে পরিচিত করাতে ইচ্ছুক। | Luis Carlos Zapata bloggt auf App Web Móviles unter anderem über das positive Feedback für diese Veröffentlichung und erzählt uns, wie die Idee für Kuntur entstand: |
15 | […] অনভিজ্ঞ ব্যক্তি এবং বিশেষজ্ঞ সবাইকে একইভাবে প্রথমে বিভিন্ন ছায়াচিত্র (সিলুয়েট) নির্বাচন করে অনুসন্ধান চালাতে হবে। | Die Idee für die App wurde im Manizales Technopark geboren und sie ist derzeit im Google Play Store erhältlich, in Kürze wird sie auch in IOS zur Verfügung stehen. |
16 | তারপর বিভিন্ন বৈশিষ্ট্য নির্বাচন করে কাঙ্ক্ষিত বিষয়াদি খুঁজে পাবেন। | Mit der App sollen die ca. 1.800 bekannten Vogelarten in Kolumbien in informativer und pädagogischer Weise vorgestellt werden. |
17 | যেমন প্রাথমিক এবং দ্বিতীয় রং নির্বাচন করা। অনভিজ্ঞ বা নতুনদের জন্য সেখানে অনেক ধরণের অপশন রয়েছে […] আপনি একজন বিশেষজ্ঞ হলে সেখানে বৈজ্ঞানিক নামও অনুসন্ধান করতে পারবেন। | […] Laien und Fachleute sind gleichermaßen in der Lage, nach unterschiedlicher Silhouette und dann nach Eigenschaften wie primärer und sekundärer Farbe zu suchen; für Laien stehen weitere Optionen […] zur Verfügung und wenn Sie Experte sind, können Sie auch anhand des wissenschaftlichen Namens suchen. |
18 | একই পোস্টে, অ্যাপ্লিকেশন এর একাউন্ট থেকে নীচের লিঙ্কের ভিডিওটি ইউটিউবে পোস্ট করা হয়েছে। | Im gleichen Beitrag wurde auf das nachfolgende Video auf dem YouTube-Account der App verlinkt, indem die Benutzung der App ganz einfach erklärt wird: |
19 | সেখানে অ্যাপ্লিকেশন ব্যবহার পদ্ধতির একটি খুব সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছেঃ | Weitere Informationen finden sich auf der Website der Entwickler der APP und auf deren Facebookseite. |
20 | অ্যাপ্লিকেশনটি নির্মাতার ওয়েবসাইটে এবং তাদের ফেসবুক পাতায় এ সংক্রান্ত আরও তথ্য রয়েছে। | |