# | ben | deu |
---|
1 | প্রচণ্ড সেচের চাহিদা ইরানী কৃষকদের নিরাপত্তা বাহিনীর মুখোমুখি দাঁড় করিয়েছে | Iran: Der Wassermangel führt zu Zusammenstößen zwischen Polizei und Bauern |
2 | | Ein anonymes YouTube-Video zeigt aufgebrachte Bauern, die im Westen von Isfahan (Iran) am Mittwoch, 27. |
3 | ছদ্মনামে ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে বুধবার, ২৭ ফেব্রুয়ারি তারিখে সেচের পানি স্বল্পতার প্রতিবাদ ইরানের ইস্পাহান এলাকার পূর্বাংশের ক্ষুব্ধ কৃষকদের তুলে ধরা হয়েছে, যারা বিক্ষোভে কয়েকটি বাসও জ্বালিয়ে দিয়েছে। | Februar 2013, inmitten brennender Busse gegen die Wasserknappheit protestieren. Zuverlässige Quellen berichten von Zusammenstößen mit den Sicherheitskräften, aber es ist schwierig, genauere Informationen zu erhalten und die staatlichen Medien bleiben stumm. |
4 | এর মাত্র একদিন আগে আপলোড করা আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে যে কৃষকরা তাদের প্রতিবাদের অংশ হিসেবে জায়ান্দেরুদ থেকে ইয়াজ পর্যন্ত বয়ে যাওয়া একটি পানির পাইপে খুলে ফেলেছে, কারণ এই পানি তাদের চাষাবাদের জন্য অপরিহার্য। | Ein anderes Video zeigt, dass nur einige Tage vorher einige Bauern während ihrer Proteste für einen Zugang zum Wasser, der für ihren Anbau lebensnotwendig ist, ein Wasserrohr zerstört haben und das Wasser des Flusses Zayandeh nach Yazd gebracht haben. |
5 | ইরানগ্লোবাল সংবাদ প্রদান করেছে যে পানির দুষ্প্রাপ্যতার বিষয়ে ইরানের কৃষকরা গত এক মাস ধরে বিক্ষোভ প্রদর্শন করে আসছে, কিন্তু সরকার এই বিষয়ে কোন সাড়া প্রদান করেনি। | Iranglobal berichtet [fa], dass die Bauern seit mindestens einem Monat schon protestieren um auf ihren Ressourcenmangel aufmerksam zu machen und dass sie bisher noch keine offizielle Antwort erhalten haben. |
6 | ইস্পাহানে ক্ষুব্ধ কৃষকরা বাস পুড়িয়ে দিয়েছে। | Wütende Bauern in Isfahan setzen Busse in Brand. |
7 | ভিডিওর স্ক্রিনশট থেকে নেওয়া। | Screenshot aus einem Video. |
8 | ফেসবুকে জায়েনদারুদ নামক এলাকার কৃষকদের সংঘঠিত বিক্ষোভের কিছু ছবি এবং ভিডিও। | Fotos uns Videos von den Protesten der Bauern sind unter Zayanderood [fa] auf Facebook zu sehen. |
9 | জ্বলন্ত বাসসমূহ | In Flammen stehende Busse |
10 | http://www.youtube.com/watch? | http://www.youtube.com/watch? |
11 | v=u6kaoUaanpE&feature=player_detailpage | v=u6kaoUaanpE&feature=player_detailpage |
12 | পাচ জন নিহত হবার সংবাদ? | Fünf Tote? |
13 | সাসিমাদেহ বলছে অনির্ভরযোগ্য সূত্রে পাওয়া সংবাদ অনুসারে জানা গেছে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে পাচজন নিহত হয়েছে এবং বেশ কিছু নাগরিক আহত হয়েছে। | Sasemadehy schreibt [fa], dass unbestätigte Quellen [fa] von fünf Toten und zahlreichen Verletzten durch die Zusammenstöße mit den Sicherheitskräften berichten. |
14 | অভিযোগ রয়েছে যে সরকার ইস্পাহানের খুররামসাগারান এলাকার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং কৃষকের দমনের জন্য আরো নিরাপত্তা বাহিনীর সদস্য পাঠানো হয়েছে। | Die Regierung soll die Kommunikationswege zwischen Khurasgaran und Isfahan zerstört und weitere Polizisten als Verstärkung geschickt haben, um die Bauern in Schach zu halten. |
15 | পানির পাইপ ভেঙ্গে ফেলা। | Eine zerstörte Kanalisation |
16 | ২২ ফেব্রুয়ারি তারিখের পর দৃশ্যত বিক্ষোভ আরো তীব্র আকার ধারণ করে যখন পানির পাইপ ভেঙ্গে ফেলা হয়। | Die Demonstrationen scheinen nach dem 22. Februar, als die Wasserleitung zerstört wurde, stärker geworden zu sein. |