Sentence alignment for gv-ben-20130913-38921.xml (html) - gv-deu-20130911-16826.xml (html)

#bendeu
1আসাদ সমর্থক এবং / অথবা যুদ্ধ বিরোধী বিক্ষোভ ?Pro-Assad-Proteste und/oder Antikriegsdemonstrationen?
2ওয়াশিংটন ডিসিতে আসাদ সমর্থকদের প্রতিবাদ সমাবেশ।Ein Pro-Assad-Protest in Washington DC.
3সমাবেশটিকে সিরিয় পতাকার পাশাপাশি একটি ইসরায়েলি পতাকাও উড়াতে দেখা গেছে।Neben der syrischen ist auch eine israelische Flagge in der Menge zu sehen.
4ছবিটি ইয়াদ চারবাজি তাঁর ফেসবুক পাতায় শেয়ার করেছেন।Foto von Eiad Charbaji über seine öffentliche Facebook-Seite geteilt.
5সিরিয়ায় মার্কিন আক্রমণ প্রচেষ্টার বিরুদ্ধে যুদ্ধ বিরোধী প্রতিবাদ ধর্মঘট অগ্রগমন শীল হয়েছে।Antikriegsproteste richten sich gegen einen Militärschlag der USA gegenüber Syrien.
6নেটিজেনদের প্রতিবাদের কিছু বর্ণনা এখানে দেওয়া হল, যেখানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষের জনতা উপস্থিত ছিল।Netzbürger zeichnen Demonstrationen auf, bei denen Menschen für den syrischen Präsidenten Bashar al-Assad protestieren.
7তাদের কাছে জিজ্ঞাসা কর হয়, আসাদ সমর্থক প্রতিবাদকারীরা যুদ্ধের বিরোধী কিনা ? কারণ, গত মার্চ ২০১১ সাল থেকে দেশে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে আসাদ তাঁর সিরিয় জনগণের বিরুদ্ধে দমন পীড়ন চালিয়ে আসছেন।Sie werfen die Frage auf, ob die Pro-Assad-Demonstranten zugleich Kriegsgegner sein können, angesichts dessen, dass Assad seit Beginn der Demonstrationen gegen das Regime im März 2011 einen Krieg gegen Syrer führe.
8এম স্কট মাহাস্কি যুদ্ধ বিরোধী এবং আসাদ সমর্থকদের ফটোগ্রাফ শেয়ার করেছেন, যেখানে প্রতিবাদকারীরা হোয়াইট হাউসের বাইরে বাশার আল আসাদের ছবি সম্বলিত টি শার্ট পরেছিলেন :M. Scott Mahaskey veröffentlicht das Foto von Antikriegs- und Pro-Assad-Demonstranten vor dem Weißen Haus, die T-Shirts tragen, auf denen Bashar al-Assad zu sehen ist:
9#সিরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে সিরিয়ান-আমেরিকানদের ফোরাম।Das Syrisch-Amerikanische Forum protestiert vor dem Weißen Haus gegen einen möglichen Militärschlag der USA gegen Syrien.
10এছাড়াও ওয়াশিংটন ডিসিতে একটি আসাদ সমর্থক প্রতিবাদ সমাবেশ থেকে সিরিয়ানাদের অন্য একটি আলোকচিত্র শেয়ার করেছেন:Der Syrer Nader verbreitet ein weiteres Foto eines Pro-Assad-Protests, der ebenfalls in Washington DC stattgefunden hat:
11ওয়াশিংটন ডিসি থেকে ছবি।Foto aus Washington DC.
12মন্তব্য নিষ্প্রয়োজন।Kein Kommentar.
13সিরিয়ার পতাকা ছাড়াও, ফটোগ্রাফটিতে এক প্রতিবাদকারীকে ইসরায়েলি পতাকা উড়াতেও দেখা যায়।Zusätzlich zu den syrischen Flaggen ist ein Demonstrant zu sehen, der auf diesem Foto die israelische Fahne schwenkt.
14এছাড়াও সিরিয়ার কাছাকাছি এলাকার মধ্যে মিশরীয় বিপ্লবের প্রাণকেন্দ্র তাহিরির স্কয়ারেও আসাদ সমর্থকদের একটি বিক্ষোভ সমাবেশ করতে দেখা গেছে।Näher dran wurde auf dem Tahrir-Platz in Kairo, dem Epizentrum der ägyptischen Revolution, eine Pro-Assad-Demonstration abgehalten.
15টম ডেল মন্তব্য করেছেন:Tom Dale kommentiert:
16#তাহিরির সমাবেশটি নিঃসন্দেহে ছোট, তবু বিষণ্ণ বিক্ষোভের সমাবেশটি “ঈশ্বর, বাশার, সিসি, এবং সিরিয়া” বলে চিৎকার করেছে।Eine zugegebenermaßen recht kleine, aber nichtsdestotrotz deprimierende Demonstration im Tahrir. Sprechchöre für “Gott, Bashar, Sisi und Syrien”.
17আহমেদ আগুর উপরের একই ভিডিও এবং মন্তব্যের লিংক শেয়ার করেছেন:Ahmed Aggour teilt den Link zu demselben Video und bemerkt: Genau wie ich gesagt habe.
18আমি যেরকম বলি ঠিক সেরকম, আসাদ সমর্থকদের #তাহিরিরে যাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার ছিল। #মিশরEs war nur eine Frage der Zeit bis Pro-Assad-Sprechchöre ihren Weg zum Tahrir finden.
19সিরিয়ার সক্রিয় কর্মী ইয়াসমিন জান্দালি যুক্তি দেখিয়েছেন, আসাদ সমর্থকদের ভিড় যুদ্ধ বিরোধী হতে পারেনা। কারণ, আসাদ নিজেই তার জনগণের উপর যুদ্ধ চালিয়ে আসছেন।Die syrische Aktivistin Yasmine Jandali argumentiert, dass die Menge, die für Assad ist, nicht gleichzeitig gegen Krieg sein könne - denn Assad führe einen Krieg gegen sein eigenes Volk.
20তিনি টুইট করেছেনঃSie twittert:
21যুদ্ধ বিরোধী জনগণ ! আপনি যদি @ইউআর এর ছবিটি দেখেন তাহলে বুঝবেন যে, তাঁরা আসাদ সমর্থক, স্বাধীনতা দলের বিরোধী।Kriegsgegner: Wenn ihr ein Foto von diesem Typen bei einer eurer Veranstaltungen seht, dann begreift, dass sie für Assad, für Chemiewaffen und gegen Freiheit sind.
22#ফ্রিসিরিয়া সংযুক্ত আরব আমিরাত ​​বসবাসরত সিরিয়ার নাগরিক ফারাহ আরও স্পষ্টভাবে তাঁর ধারণা বর্ণনা করেছেন:Die Syrerin Farah, die in den Vereinigten Arabischen Emiraten lebt, drückt ihre Ansicht unverblümt aus:
23আসাদ সমর্থক এবং যুদ্ধ বিরোধী দুটি ভিন্ন জিনিস, এটাকে একসাথে মেশানো যাবে না।Pro-Assad und Antikrieg sind zwei Dinge, die nicht zusammengehen.
24এবং সিয়াম গালোন একটি বেদনাদায়ক তুলনা এঁকেছেন:Und Shiyam Galyon stellt einen erschreckenden Vergleich an:
25আসাদ সমর্থক জনগণের সঙ্গে বামপন্থি / যুদ্ধ বিরোধী / শান্তি কর্মী দেখা হল অনেকটা নারী ইস্যুতে একই রকমভাবে নারীবাদী এবং ধর্ষকদের দেখার মত। #সিরিয়াLinke/Kriegsgegner/Friedensaktivisten zusammen mit Assad-Unterstützern zu sehen ist wie Feministen und Vergewaltiger gemeinsam auf einer Seite für Frauenthemen zu sehen.