Sentence alignment for gv-ben-20140423-42810.xml (html) - gv-deu-20140422-20015.xml (html)

#bendeu
1রাশিয়া কি বিটকয়েনের ব্যবহার পুনর্বিবেচনা করছে ?Überdenkt Russland den Bitcoin?
2রাশিয়া কি বিটকয়েনের ব্যবহার পুনর্বিবেচনা করছে?Überdenkt Russland den Bitcoin?
3ছবিঃ কেভিন রথরক।Fotomontage von Kevin Rothrock.
4ইউক্রেনে রাশিয়ার বিতর্কিত কর্মকান্ডের জন্য ক্রেমলিনের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে।Alle Links in diesem Artikel führen, soweit nicht anders gekennzeichnet, zu russischsprachigen Webseiten.
5এই নিষেধাজ্ঞার অংশ হিসেবে মাস্টারকার্ড ও ভিসা রাশিয়ায় তাঁদের নির্দিষ্ট লেনদেনের প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে।Im Zusammenhang mit den russischen Aktivitäten in der Ukraine und den daraufhin durch die USA verhängten Wirtschaftssanktionen gegen den Kreml haben MasterCard und Visa bestimmte Transaktionen in Russland blockiert.
6এই পদক্ষেপ রাশিয়ার আর্থিক সমস্যার একটি সমাধান হিসাবে ডিজিটাল মুদ্রা ব্যবহারে উৎসাহীদের বিটকয়েন উত্থাপন করতে অনুপ্রাণিত করেছে।Dieser Schritt hat einige Enthusiasten kryptografischer Währungen dazu inspiriert, zur Lösung der entstandenen Zahlungsverkehrsprobleme die führende Digitalwährung Bitcoin [de] vorzuschlagen.
7বিটকয়েন হচ্ছে বিশ্বের নেতৃস্থানীয় অপ্রকাশিত মুদ্রা।
8রাশিয়ায় বিটকয়েনের জনপ্রিয়তা সার্বজনীন নয়।Aber in Russland ist der Bitcoin nicht bei allen beliebt.
9গত জানুয়ারী মাসে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে দেয়, সরকার যেন বিটকয়েনের ব্যবহার সম্ভাব্য মানি লন্ডারিং বা সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থায়ন হিসেবে গণ্য করে।Im Januar hat die russische Zentralbank warnend darauf hingewiesen, dass die Regierung jede Verwendung des Bitcoin als mögliche Geldwäsche oder als Mittel zur Terrorfinanzierung betrachten würde.
10তবে, এক মাস পরে, কর্মকর্তারা বিটকয়েন বা ডিজিটাল মুদ্রার উপর তাদের এই অবস্থান কিছুটা নরম করেন।Einige Zeit später haben die Verantwortlichen jedoch ihre harte Haltung aufgegeben.
11কারণ, তখন বিটকয়েনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা অনুমোদনে অস্বীকার জানানো হয়।Ein generelles Verbot des Bitcoin wurde abgelehnt.
12বর্তমানের নীতি হচ্ছে - নিষেধ নয়, নিয়ন্ত্রণ।Regulierung, nicht Untersagung, heißt jetzt das Gebot der Stunde.
13বর্তমানে রাশিয়ার বিভিন্ন অনলাইন এবং অফলাইন দোকান এবং হোটেলে অর্থ পরিশোধের ক্ষেত্রে বিটকয়েন গৃহীত হচ্ছে। দেশটিতে ২০৪,৫০২ জন বিটকয়েন ব্যবহারকারী রয়েছে, যা বৈশ্বিক ব্যবহারকারীদের তালিকায় পঞ্চম (রাশিয়ার চেয়ে এগিয়ে থাকা চার জাতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ১,১৩৩,২৭২ জন, চীনে ৩৬৮,০০৪ জন, জার্মানিতে ২৪৭,৬৫৮ জন এবং যুক্তরাজ্যে ২২০,১৪৫ জন বিটকয়েন ব্যবহারকারী রয়েছেন)।Gegenwärtig werden Bitcoins im ganzen Land sowohl in Onlineshops als auch im stationären Handel und in Hotels als Zahlungsmittel akzeptiert [gemessen an der Anzahl der heruntergeladenen Bitcoin-Softwareclients] rangiert Russland mit 204.502 Downloads immerhin an fünfter Stelle [en] weltweit (auf den ersten vier Plätzen liegen die Vereinigten Staaten mit 1.133.272, China mit 368.004, Deutschland mit 247.658 und Großbritannien mit 220.145 heruntergeladenen Dienstprogrammen zur Nutzung des Bitcoin).
14রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় অনলাইন সামাজিক নেটওয়ার্ক ভিকনটাক্টে বিটকয়েন নিবেদিত একটি গ্রুপ আছে।Auf Vkontakte [VK], Russlands populärstem sozialen Netzwerk, gibt es eine Bitcoin-Gruppe mit mehr als 16.000 Mitgliedern.
15এর সদস্য সংখ্যা ষোল হাজারের অধিক। ভিকে'র প্রতিষ্ঠাতা পাভেল ডুরভ এই ক্রিপ্টো মুদ্রার প্রশংসা করেছেন।Der Gründer von VK, Pavel Durov, war voll des Lobes über die Kryptowährung, die er spöttisch mit dem gesetzlichen Zahlungsmittel Russlands, dem Rubel, verglich:
16রাশিয়ার অফিসিয়াল আইনে স্বীকৃত রুবলের সাথে এর বিদ্রূপাত্মক তুলনা করে বলেছেন:[Das System der kryptografischen Währung] Bitcoin besteht aus einem globalen Netzwerk unabhängig voneinander verteilter Computer, die Anzahl der ausgegebenen Einheiten [des Bitcoin] ist begrenzt.
17অনেক ব্যবহারকারীদের কম্পিউটিং শক্তি বিটকয়েনকে সমর্থন করে এবং এর [বিটকয়েন এর] সংখ্যা সীমিত। ধনী ও শক্তিশালীদের কাছ থেকে বিটকয়েন যে বিপদের সম্মুখীন হবে তা হল তারা “জাতীয় মুদ্রা” নামের আরো আবর্জনা তৈরি করে তারা এটি লুণ্ঠন করতে হস্তক্ষেপ করবে [কর্তৃপক্ষ যা করে]।Aus Sicht der Reichen und Mächtigen stellt der Bitcoin durchaus eine Gefahr dar, weil er sie dabei stört, die Menschen [unterstützt durch die Behörden] wie die Weihnachtsgänse auszunehmen, indem sie immer mehr Müll in Umlauf bringen, den sie “staatliche Währung” nennen.
18রুশ বিটকয়েন ভক্তরা বেশ কিছু ফোরামে যোগাযোগ করছেন। উদাহরণ স্বরূপ এমন একটি ফোরাম হচ্ছে, বিটকয়েন নিরাপত্তা, যা তের হাজারের উপর ব্লগারদের আকর্ষণ করেছে।Die russischen Anhänger des Bitcoin kommunizieren in verschiedenen Foren miteinander, wie beispielsweise Bitcoin Sicherheit, eine Plattform, die die Aufmerksamkeit von mehr als 13.000 Bloggern hat.
19কমিউনিটিটি বলছে, এটি ডিজিটাল মুদ্রা সম্পর্কে জনগণকে শিক্ষিত করে তুলতে চায়।Diese Community möchte die Öffentlichkeit über digitale Währungen informieren und aufklären.
20রাশিয়ার প্রথম বিটকয়েন সম্মেলন মস্কোতে আগামী ২৩ এপ্রিল, ২০১৪ তারিখে অনুষ্ঠিত হবে।Die erste russische Bitcoin-Konferenz findet am 23.
21আগামী মে মাসে সেন্ট পিটার্সবার্গ এর ইউরোপিয়ান ইউনিভার্সিটি বিটকয়েন সম্পর্কে বিনামূল্যে একটি অনলাইন কোর্স শুরু করবে।April 2014 in Moskau statt. Im Mai startet die Europa-Universität St. Petersburg ein kostenfreies Onlineseminar über Bitcoins.
22রাশিয়ায় ডিজিটাল মুদ্রার ভবিষ্যৎ, মনে হচ্ছে বেশ উজ্জ্বল।In Russland scheint die Digitalwährung in eine durchaus rosige Zukunft zu blicken.