Sentence alignment for gv-ben-20150618-49237.xml (html) - gv-deu-20150617-30008.xml (html)

#bendeu
1নেপালের ভূমিকম্প পরবর্তী জীবন তুলে ধরলো একটি ছবি প্রকল্পFotoprojekt dokumentiert das Leben in Nepal nach dem Erdbeben
2পোখারার একটি ইঁটের দেয়ালে লিখে রাখা আছে দিনটি, যার কথা আমরা কোনোদিনই ভুলতে পারবো না।Ein Datum, das keiner von uns vergessen wird, geschrieben auf eine Mauer in Pokhara.
3পোখারায় ভুমিকম্পের আঁচ খুব একটা লাগেনি। কিন্তু ভুমিকম্পের পরবর্তী কম্পনের কারণে বেশিরভাগ পর্যটক তাদের ভ্রমণ বাতিল করেছেন।Die Stadt blieb zwar vom Erdbeben verschont, nicht jedoch von den Nachwirkungen, die sie hart in Form von abgesagten Buchungen und leeren Hotels traf.
4হোটেল রুমগুলো ফাঁকা পড়ে আছে।Foto von @paavan11 via Nepal Photo Project.
5নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন পাবান১১।Verwendet mit Genehmigung In den letzten Monaten wurde Nepal von drei katastrophalen Erdbeben verwüstet.
6অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। গত কয়েক মাসে নেপালে পরপর তিনটি তীব্র মাত্রার ভুমিকম্প হয়েছে।Mehr als 8.000 Menschen wurden dabei getötet, doppelt so viele verletzt, rund zwei Millionen Menschen verloren ihr zu Hause.
7এতে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরো অনেকে।Insgesamt waren geschätzte acht Millionen Menschen vom Erdbeben in irgendeiner Weise betroffen.
8বাস্তুচ্যুত হয়েছেন ২ মিলিয়ন মানুষ।(Nähere Informationen zum Erdbeben finden sich hier).
9তাছাড়া ৮ মিলিয়ন মানুষ কোনো না কোনো ভাবে ভূমিকম্পে ক্ষতির শিকার হয়েছেন।Ziel des Nepal Photo Project ist es, die Katastrophe in Bildern zu dokumentieren.
10(আরো বিস্তারিত তথ্যের জন্য গ্লোবাল ভয়েসেস-এর বিশেষ কাভারেজ দেখুন।) নেপাল ছবি প্রকল্প এই দুর্যোগের ছবি তুলে রাখতে কাজ করছে।
11কাঠমান্ডু'র দশজন আলোকচিত্রী এই প্রকল্পের জন্য কাজ করছেন।Das Projekt wurde kurz nach dem Erdbeben am 25.
12প্রকল্পের কাজে নেতৃত্ব দিচ্ছেন আলোকচিত্রী সুমিত দয়াল এবং লেখক তারা বেদী।April von zehn Fotografen aus Kathmandu und Umgebung unter der Leitung von Sumit Dayal (Fotograf) und Tara Bedi (Autorin) ins Leben gerufen.
13এই দু'জন গত ২৫ এপ্রিল ভূমিকম্প হওয়ার পরপরই ছবি তুলে রাখার প্রকল্প হাতে নেন।Derzeit verzeichnet es mehr als 61.400 Follower auf Instagram und mehr als 7.600 auf Facebook.
14ইতোমধ্যে প্রকল্পের ইনস্টাগ্রাম পাতায় ৬১,৪০০ জনের বেশি এবং ফেসবুকে ৭,৬০০ জনের বেশি অনুসরণকারী জুটেছে।Mittels Fotos von Nutzern von Instagram und Facebook werden Geschichten aus dem Leben der Bewohner Nepals nach dem Erdbeben erzählt.
15ক্রাউডসোর্সিং ছবির মাধ্যমে আলোকচিত্রীরা ভূমিকম্প পরবর্তী জীবন কেমন কাটছে, তাই তুলে ধরেছেন।Die Bilder handeln von Verwüstung, Rettung, Erleichterung, Wiederaufbau und Hoffnungsschimmern.
16তাদের তুলে ধরা ছবির মধ্যে যেমন ধ্বংসযজ্ঞ, উদ্ধার অভিযান, ত্রাণ কার্যক্রম, পুনর্গঠন রয়েছে, তেমনি ভবিষ্যতের জন্য আশার আলোও ফুটে উঠেছে। প্রকল্পটি জনপ্রিয়তা পাবার কারণ খুব সাধারণ।Die steigende Beliebtheit des Projekts ist vermutlich auf sein schlichtes Konzept zurückzuführen: Beitragende kennzeichnen ihre Aufnahmen lediglich mit dem Hashtag #nepalphotoproject und fügen eine kurze Bildunterschrift über Kontext und dargestellte Personen an. Die Organisatoren wollen das Projekt funktionell und persönlich halten.
17যে কেউ #নেপালছবিপ্রকল্প হ্যাশট্যাগ ব্যবহার করে এতে ছবি যুক্ত করতে পারেন।Die aktuellen Beiträge zum Projekt zeigen Menschen beim Wiederaufbau und ein Nepal, das langsam zur Normalität zurückkehrt.
18সাথে অবশ্য ছবির বিষয়বস্তু নিয়ে একটা ক্যাপশন দিতে হয়।Das ist Manju Gurung.
19উদ্যোক্তারা একে আরো বেশি ব্যবহারিক এবং ব্যক্তিগত রাখতে চেষ্টা করেছেন।Jedes Mal wenn ich versuchte ein Foto von ihr zu machen, rannte sie kichernd davon.
20প্রকল্পের সাম্প্রতিক ছবিগুলোতে নেপালে যে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছে এবং জনগণ দেশটিকে পুনর্গঠন করছে তা দেখানো হয়েছে।
21এ হচ্ছে মঞ্জু গুরুং।Sie und ihre Familie leben seit dem 25.
22যতোবারই আমি তার ছবি তুলতে গেছি, সে ততোবারই চাপা হাসি দিয়ে পালিয়ে গেছে।April zusammen mit zwei weiteren Familien in einem Hühnerstall.
23গত ২৫ এপ্রিলের পর থেকে তারা অন্য আরো দু'টি পরিবারের সাথে মুরগির জন্য বানানো শেডের নিচে বসবাস করছে।
24সম্প্রতি তার স্কুল খুলেছে। সে তার বন্ধুদের সাথে স্কুলে যেতে পেরে খুশি।Wenigstens kann sie in die Schule gehen und sie freut sich, dort mit ihren Freunden zusammen sein zu können.
25তবে সে আমাকে বলেছে, স্কুলে কোনো ক্লাস হয় না। বন্ধুদের সাথে খেলেই সময় কাটে।Sie erzählte mir, dass kein Unterricht stattfindet und sie die ganze Zeit spielen, um sich die Zeit zu vertreiben.
26তার আশা, আগামী সপ্তাহ থেকে স্কুলে নিয়মিত ক্লাস হবে।Sie hofft, dass nächste Woche der normale Unterricht wieder beginnt.
27নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন সচিন্দ্র রাজবংশী।Foto von by @sachindrarajbansi via Nepal Photo Project.
28অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Verwendet mit Erlaubnis
29সিক্রিগ্রায়াং, নেপাল।Sikrighyang, Nepal.
30বাড়ির জন্য কতোটুকু কাঠের দরকার হবে মান বাহাদুর তা বিলংয়ের কাছে জানতে চাইছেন।
31৩১ বছর বয়সী বিলং পাশের দেশ ভারত থেকে এসেছেন। বাঁশের বাড়ি বানানোয় তার রয়েছে ৭ বছরের অভিজ্ঞতা।Mann Bahadur fragt Bilong nach den Maßen für das Holz, das sie für den Wiederaufbau seines vom Erdbeben zerstörten Hauses brauchen.
32ভাষাগত ভিন্নতা থাকলেও তারা একে অপরকে ভালোই বুঝতে পারেন।Bilong, 31, kommt aus Indien und hat sieben Jahre Erfahrung im Bau von Bambushäusern.
33ভূমিকম্পে ধ্বংস হওয়া মান বাহাদুরের বাড়ি নতুন করে বানাতে একসাথে কাজ করছেন তারা।Trotz ihrer unterschiedlichen Sprachen verstehen sie sich gut und arbeiten zusammen, um Mann Bahadurs Haus wieder aufzubauen.
34নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন উজ্জ্বলগার্গ০৪১২।Foto von @ujwalgarg0412 via Nepal Photo Project.
35অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Verwendet mit Genehmigung
36ভূমিকম্পের পরে থেকে থেকে কেঁপে ওঠার ৪৬ দিন পার হয়ে গেছে। এখন মনে হচ্ছে, সবকিছু ঠিক আছে।Nun endlich scheint es als käme die Erde wieder zur Ruhe - nach 46 Tagen konstanter Bedrohung durch Erschütterungen.
37গত কিছুদিন ধরে দু'দিন পরপরই আমরা ৪.
38১ মাত্রার কম্পনের মুখোমুখি হচ্ছিলাম। মানুষজন এখন আগের মতোই দিন কাটাচ্ছে।Wir hatten heute um zwei Uhr morgens ein Beben mit der Stärke von 4,1 nach einer Pause von zwei Tagen.
39শান্তিতে ঘুমাতে পারছে। ভয়ে, রাতে আর বাতি জ্বালিয়ে রাখতে হচ্ছে না।Die Menschen sind zu ihrem Alltag zurückgekehrt, sie schlafen in Frieden und schalten nachts die Lichter wieder aus.
40রাস্তায় গাড়িঘোড়াও বেড়েছে।Auch der Verkehr ist wieder zurück.
41কাঠমুন্ডু স্বাভাবিক হয়ে উঠেছে।Kathmandu kehrt zur Normalität zurück.
42নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন সাগরছত্রী।Foto von @saagarchhetri via Nepal Photo Project.
43অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Verwendet mit Genehmigung
44ধ্বংসস্তুপের স্মৃতি: আমি যখন সানখু'র ধ্বংসস্তুপে ভরা একটি সরু গলি দিয়ে হেঁটে আসছিলাম, তখন এই ছবিটি দেখি।Erinnerungen in den Trümmern - als ich durch eine von Schutt gefüllte Gasse in Sankhu lief, stieß ich auf dieses Foto.
45ভালো করে লক্ষ্য করে দেখলাম, ছবির লোকজন রোদ পোহাচ্ছে। এই গ্রাম্য শহরে একদা এরকম দৃশ্য অহরহ চোখে পড়তো।Beim genaueren Betrachten sah ich darauf Einheimische, die sich in der Sonne wärmten - eine Szene, die man so vor dem Erdbeben überall in den Dörfern und kleinen Städten hatte beobachten können.
46এখন সর্বত্র শুধু ধ্বংসস্তুপ। এই ছবি একসময়ের সুখস্মৃতির কথা মনে করিয়ে দেয়।In den allgegenwärtigen Trümmern ist dieses Foto nur eine entfernte Erinnerung.
47নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন সচিন্দ্র রাজবংশী।Foto von @sachindrarajbansi via Nepal Photo Project.
48অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Verwendet mit Genehmigung
49বাঙ্গামাটির দিব্য জ্যোতি স্কুলের শিক্ষার্থীরা। স্কুলটি কোআর্ট #রিবিল্ডিংবাঙ্গামাটি টিমের সদস্যরা পুনর্গঠন করে দিয়েছে।Schüler der Dibya Jyoti Schule in Bungamati in einer provisorischen Hütte, die vom ‪# RebuildingBungamati‬ Team [Team für den Wiederaufbau Bungamatis] aufgestellt wurde.
50কিছু কিছু ক্লাস পুরোনো ভবনেই নেয়া হচ্ছে।Einige Klassen können noch im alten Schulgebäude unterrichtet werden.
51টিমের সদস্যরা অদূরেই আরো কিছু আশ্রয়কেন্দ্র তৈরি করছেন।Das Rebuilding Bungamati Team arbeitet daran, weitere Hütten in der Nähe bereitzustellen.
52এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পরে গত সপ্তাহে নেপালের বেশিরভাগ স্কুল চালু হয়েছে। যদিও অনেক স্কুলের ভবন নিরাপদ নয়।Die meisten Schulen in Nepal haben nach dem verheerenden Erdbeben im April in der letzten Woche den Unterricht wieder aufgenommen.
53সেজন্য খোলা আকাশের নিচে ক্লাস নেয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় অবশ্য ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস নেয়া হচ্ছে।Da viele der Schulgebäude nicht sicher sind, werden die Klassen im Freien unterrichtet oder an manchen Orten sogar in einsturzgefährdeten Gebäuden.
54নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন কিশোরকেএসজি।Foto von @kishorksg via Nepal Photo Project.
55অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Verwendet mit Genehmigung
56আপনি একে যদি স্টিভেন স্পিলবার্গের ছবির দৃশ্য ভেবে থাকেন, তাহলে ভুল হবে। আমি এই বালকটিকে যখন দেখি সে হাতে তৈরি খেলনা সামনে ঠেলছিল।Wie in einer Szene aus einem Steven Speilberg Film sah ich diesen Jungen wie er sein selbst gebautes Spielzeug aus einem einfachen Stock und zwei Metallrädern durch das Massaker aus Trümmern schob, das einst das zu Hause seiner Nachbarn gewesen ist.
57খেলনাটি বানানো হয়েছে একটি লাঠির সাথে দু'টি ধাতুর চাকা দিয়ে।Ich beobachtete ihn, wie er das Spielzeug durch den Schutt aus Steinen navigierte.
58আমি তাকে ধ্বংসস্তুপের মধ্যে দিয়ে তার খেলনাটি চালিয়ে যেতে দেখলাম।
59নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন কেভিনকাস্টার।।Foto von @kevinkuster via Nepal Photo Project.
60অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Verwendet mit Genehmigung
61১৮৫৫ থেকে ১৮৫৬ সালে নেপাল এবং তিব্বতের মধ্যে যুদ্ধ হয়েছিল। সে যুদ্ধে উভয় পক্ষের বিপুল সংখ্যক সৈন্য মারা যায়।Während des Nepalesisch-Tibetischen Krieges von 1855 bis 1856 gab es auf beiden Seiten viele Opfer zu verzeichnen.
62যুদ্ধ শেষে হাইবাঙ্গের সৈন্যরা গ্রামে ফেরেন, তখন তারা তাদের নিহত সহকর্মী যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষ রোপণ করেন। সেই গাছগুলো এখনো হাইবাঙ্গ গ্রামের প্রান্তদেশে দাঁড়িয়ে রয়েছে।Nach dem Krieg kehrten die Soldaten von Haibung in ihr Dorf zurück und pflanzen diesen Baum, um an die gefallenen Kämpfer zu erinnern und ihre Sünden, Tausende gegnerische Soldaten getötet zu haben, zu mildern.
63নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন সচিন্দ্র রাজবংশী।।Der Baum steht heute immer noch am Rande des 1. Stadtviertels von Haibung.
64অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Foto von @sachindrarajbansi. Verwendet mit Genehmigung
65শহীদগেটে একটি ছোট্ট ধারাহারা বানানো হচ্ছে।Bau eines kleinen ‪# dharahara‬ in ‪# sahidgate‬.
66ভূমিকম্পে পড়ে যাওয়া ধারাহারার স্মৃতি মনে রাখতে দু'জন মানুষ একটি ছোট্ট ধারাহারা বানাচ্ছেন।Zwei Männer arbeiten daran einen kleinen Dharahara-Turm zu bauen, in Gedenken an den durch das Erdbeben am 25.
67উল্লেখ্য, ২৫ এপ্রিলের ভূমিকম্পে ঐতিহাসিক ধারাহারা ধ্বংস হয়ে যায়।April zerstörten historischen Dharahara-Turm.
68নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন ইন্সপায়ার্ডমনস্টার।Foto von @inspiredmonster via Nepal Photo Project.
69অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Verwendet mit Genehmigung
70নেপালের চাপাগাওয়ের ১৬ বছর বয়সী সুলোচনা মহাজন চরকায় সুতা কাটছেন।Sulochana Maharjan, 16, spinnt Wolle in Chapagaon, Nepal.
71ভূমিকম্পের পরে বাড়িতে থাকা নিরাপদ নয় ভেবে সে ও তার পরিবার বাড়ির পাশেই একটি তাঁবুতে দিন কাটাচ্ছেন।Zu dieser Zeit schliefen sie und ihre Familie in einem Zelt nahe ihrem zu Hause, unsicher, ob ihr Haus sicher ist um sich darin aufzuhalten.
72ধ্বংসস্তুপের মাঝে তাদের দিন কাটে বিষণ্ন ভাবে।Inmitten von Trümmern und Trauer geht das Leben weiter.
73নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন ইলিগার্ডনার।Foto von @eliegardner via Nepal Photo Project.
74অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Verwendet mit Genehmigung
75যতোবারে পারা যায় নেপালিরা তাদের দেশ পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
76শিল্পী-সাহিত্যিকরা তাদের সৃজনশীলতা ব্যবহার করে অর্থ সংগ্রহের কাজ করছেন।Die nepalesische Bevölkerung arbeitet in allen erdenklich möglichen Weisen am Wiederaufbau ihres Landes.
77এরা কাঠমান্ডুভিত্তিক শিল্পী সংগঠন আর্ট ল্যাবের কর্মী।So nutzen Künstler zum Beispiel ihr Talent, um Kampagnen zu starten und Spenden zu sammeln.
78তারা রাস্তার পাশের দেয়াল ব্যবহার করে আশাবাদ, শান্তি, সহানুভুতি ও সাহসের বার্তা ছড়িয়ে দিচ্ছেন।Auf dem Bild sind zwei Künstler einer eklektischen Gruppe aus Kathmandu zu sehen, die sich Art Lab nennt.
79তাছাড়া ভূমিকম্পে যারা মানসিক আঘাত পেয়েছেন, তাদের কাছে শিল্পকে একটি থেরাপি হিসেবে উপস্থাপন করতেও তারা দেয়ালে আশাবাদ আর সাহসের মন্ত্র লিখে রাখছেন।Sie nutzen die öffentlichen Mauern um ihre Botschaften von Hoffnung, Frieden, Mitgefühl und Mut zu verbreiten - ein Teil ihrer Bemühungen Kunst als Therapie für vom Erdbeben traumatisierte Menschen zu nutzen.
80নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন প্রাচ_ইজ_হেয়ার।Foto von @prach_is_here via Nepal Photo Project.
81অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Verwendet mit Genehmigung
82২৫ এপ্রিলের ভূমিকম্পের পরে চলতি সপ্তাহে নেপালের স্কুলগুলো খুলেছে।Nach dem Erdbeben am 25.
83বটগাছের শীতল ছায়ার নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা। এটি গোর্খার খুব কাছে সালয়ানতরে অবস্থিত।April in ‪# Nepal‬ öffnen in dieser Woche wieder die Schulen, ‪ diese hier im kühlen Schatten eines majestätischen Banyan Baums in Salyantaar, nahe Gorkha.
84নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন মিকানেস।Foto von @mikaness via Nepal Photo Project.
85অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Verwendet mit Genehmigung
86কাঠমুন্ডুর একটি ক্যাম্পে পুলিশ কনস্টেবল এবং জুডো খেলোয়াড় প্রমীলা খাদকা মহিলা ও শিশুদের আত্মরক্ষার শিক্ষা দিচ্ছেন।Ein Polizist und ein Judo Sportler geben mit ihrem Team Selbstverteidigungsunterricht für Frauen und Kinder in einem Lager in Kathmandu.
87একজন অংশগ্রহণকারী আমাকে বলেছেন “ক্যাম্পের পরিবেশ বাড়ির মতো নয়।“In einem Lager zu leben ist nicht damit zu vergleichen, zu Hause zu wohnen.
88চারদিকে অসংখ্য আগন্তুক ঘুরে বেড়াচ্ছে।Es gibt so viele Fremde um uns herum.
89এখন একজন ছেলে যদি আমাকে উত্যক্ত করে, তবে সে নিজেকে বাঁচাতে পারবে না”। নেপাল পুলিশের কাজ পছন্দ হলো।Aber wenn mich ein Junge jetzt ärgert, dann ist er nicht länger sicher” erzählt mir eine Teilnehmerin.
90তাদের প্রতি সশ্রদ্ধ অভিবাদন।Ein großes Lob an die Polizei von Nepal!
91নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন পাবান১১।Deren Arbeit gefällt mir sehr!
92অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Foto von @paavan11 via Nepal Photo Project