# | ben | deu |
---|
1 | বর্ণবৈষম্য, জাতিসংঘ এবং ঐতিহ্যবাহী সাধু নিকোলাস উৎসব পালন | |
2 | একটি শিশুর তুলিতে উঠে এসেছে রূপকথার সাধু নিকোলাস এবং ব্ল্যাক পেট। | |
3 | ছবি তুলেছেন ভেরা দে কক। | Rassismus, die Vereinten Nationen, und eine niederländische Sankt Nikolaus-Tradition |
4 | উইকিমিডিয়া কমন্স লাইসেন্স সিসি বাই এসএ ৩. | Eine Zeichnung eines Kindes, die Sankt Nikolaus und den schwarzen Peter darstellt. |
5 | ০ এর আওতায় প্রকাশিত। কবে আসবে ডিসেম্বরের ৬ তারিখ! | Bild von Vera de Kok auf Wikimedia Commons mit Lizenz CC by SA 3.0 |
6 | অপেক্ষা যেন ফুরায় না বেলজিয়াম, নেদারল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশগুলোর শিশুদের। কারণ সাধু নিকোলাসের ওইদিন পৃথিবীতে আসবেন। | Die Kinder aus Belgien, den Niederlanden und anderen europäischen Ländern warten schon ungeduldig auf die Ankunft des Sankt Nikolaus am 6. Dezember, da es in diesen Ländern seine Aufgabe ist, - wie der Weihnachtsmann oder die drei Weisen aus dem Morgenland - ihnen Geschenke zu bringen, wenn sie sich gut benommen haben. |
7 | আর সান্তা ক্লসের মতো বাচ্চাকাচ্চাদের মাঝে বিলিয়ে দিবেন মজার মজার সব উপহার। | |
8 | তবে এ বছর বর্ণবাদের ছায়া পড়েছে সুন্দর এই আয়োজনের গায়ে। | Doch dieses Jahr liegt der Schatten des Rassismus über dieser wunderbaren Tradition. |
9 | একটি প্রাচীন গানে বলা হয়েছে, সাধু নিকোলাস নৌকায় করে স্পেনে আসেন। তারপর গাধার পিঠে চড়ে সারারাত ধরে এ বাড়ি থেকে ও বাড়ি ঘুরে বেড়ান। | Sankt Nikolaus, kam laut eines alten Liedes mit einem Schiff aus Spanien, und während der ganzen Nacht eilt er auf seinem Esel von einem Haus zum nächsten, begleitet von seinem Gehilfen, Zwarter Piet (Schwarzer Peter, auf Niederländisch) oder Père Fouettard (Knecht Ruprecht, auf Französisch). |
10 | এ সময়ে সাহায্য করার জন্য তার সাথে থাকে জুয়রটার পিয়েট (ব্ল্যাক পেট) অথবা পেরে ফুয়েটটার্ড (ফাদার ল্যাশার, ফ্রান্সে)। | |
11 | উপকথার এই চরিত্র একজন শ্বেতাঙ্গ মানুষই যিনি মুখে কালি মেখে কৃষ্ণ তরুণ হয়ে যান। উইগ আর ষোড়শ শতাব্দির পোশাক পরে থাকেন তিনি। | Bei diesem Charakter handelt es sich um einen jungen schwarzen Mann, der von weißen Leuten mit schwarz angemalten Gesichtern, Perücken, und Kleidung wie sie im 16. Jahrhundert getragen wurde, dargestellt wird. |
12 | উল্লেখ্য, জুয়রটার পিয়েট একজন “বাজে মানুষ” যিনি খারাপ বাচ্চাদের হাতে কয়লা তুলে দেন। | |
13 | যদিও আলিক্স গুইলার্ড তার মি ইন আমস্টারডাম ব্লগে লিখেছেন: | |
14 | যদিও নেদারল্যান্ডে বাচ্চারা তাকে নিয়ে অতটা চিন্তিত নয়। | Zwarte Piet ist der “Böse”, der denjenigen Kindern Kohle gibt, die sich nicht gut benommen haben. |
15 | এমনকি তারা উপকথার এই চরিত্রকে বয়কটও করেনি। | Doch, wie Alix Guillard auf ihrem Blog sagt Me in Amsterdam [FR], |
16 | তিনি খুব ভালো মানুষে পরিণত হয়ে বাচ্চাদের আনন্দে মাতিয়ে রাখেন, যেমনটি অভিজ্ঞ বিশপরাও করতে পারেন না। | |
17 | গত কয়েক বছর ধরে বিভিন্ন গ্রুপ এইভাবে জুয়রটার পিয়েট-এর প্রথা উদযাপনের প্রতিবাদ করে আসছে। | Obwohl die Strenge gegenüber Kindern nicht mehr zulässig ist, wurde der Charakter in den Niederlanden noch nicht abgeschafft . |
18 | তারা একে বর্ণবাদী বলে অভিহিত করছেন। মুখে কালি মেখে কৃষ্ণাঙ্গ সাজাটা জুয়রটার পিয়েটর আদি প্রথা নয়। | Jedoch hat er sich in einen netten, gutmütigen Bengel verwandelt, der den Kindern viel mehr Spaß bereitet, als dieser alte Bischof, der vielleicht etwas steif daherkommt. |
19 | কেউ কেউ বলেন, সে একজন মুর। সাধু নিকোলাসের সাথে স্পেন থেকে এসেছে। | Diverse Gruppen demonstrieren seit Jahren gegen die Art und Weise, wie die Tradition Zwarte Piet behandelt, und nennen es rassistisch. |
20 | আবার যারা মুখে কালি মাখার ব্যাপারটা বিশ্বাস করেন, তাদের ধারণা, সে বাড়ির চিমনি দিয়ে ঘরে ঢোকে। কেউ কেউ আবার বলছেন এটা ঔপনিবেশিক আমলে দাসপ্রথার কথা মনে করিয়ে দেয়। | Das schwarze Gesicht von Zwarte Piet hat keinen klaren Ursprung: es gibt einige, die sagen, er sei ein Maure, der aus Spanien mit Sankt Nikolaus gekommen ist, andere behaupten, dass das Gesicht schwarz sei, weil er die Häuser durch den Kamin betritt, oder dass es ebenso ein Mahnung an die Sklaverei in den Kolonien sei oder sogar der Teufel höchstpersönlich. |
21 | আবার কারো ধারণা, এটা বোধহয় শয়তান নিজেই। | Dieses Jahr erhielt die niederländische Regierung einen Brief von der UN-Arbeitsgruppe für Menschen mit afrikanischem Hintergrund. |
22 | আফ্রিকার জাতিগোষ্ঠী নিয়ে কাজ করে জাতিসংঘের একটি ওয়ার্কিং গ্রুপ। | In dem Brief fordert die Gruppe die niederländische Regierung dazu auf, auf die Rassismusanschuldigungen einzugehen. |
23 | তারা এ বছর ডাচ সরকারকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে তারা ডাচ সরকারকে বর্ণবৈষম্য প্রতিরোধ করার আহবান জানায়। | Ein Mitglied der Gruppe, Verene Shepherd, eine Jamaikanerin, schlug tatsäschlich in einem Radiointerview eine radikale Änderung der Sankt Nikolaus-Tradition vor, wie in Le Monde zu lesen [FR]: |
24 | জ্যামাইকার অধিবাসী ভেরেন শেফার্ড হলেন সেই গ্রুপের একজন সদস্য। | |
25 | এক রেডিও সাক্ষাত্কারে তিনি সাধু নিকোলাসের ব্যাপক পরিবর্তন নিয়ে কথা বলেছেন: | |
26 | বর্ণবাদকে আক্রমণ করেছেন ভেরেন শেফার্ড। | Verene Shepherd, Mitglied der Gruppe, die die Polemik in Gang setzte. |
27 | আরজেন উইলবার্স-এর ব্লগ থেকে ছবি নেয়া হয়েছে। | Foto aus dem Blog von Arjen Wilbers. |
28 | আমি নেদারল্যান্ডে বাস করলে সাধু নিকোলাসের উত্সব পালন করতে অস্বীকৃতি জানাতাম। | |
29 | একুশ শতকে এ ধরনের একটি প্রথা থাকবে, তারা ভাবা যায় না। | Wenn ich in den Niederlanden lebte, würde ich das Sankt Nikolaus-Fest ablehnen. Es sollte im 21. |
30 | এটি যথেষ্ট আপত্তিজনক এবং স্ক্যান্ডালে ভরা। | Jahrhundert nicht existieren. Es ist beleidigend und skandalös. |
31 | ফাদার ক্রিস্টমাস থাকলে সমস্যা কী? | Und überhaupt, was ist das Problem mit dem Weihnachtsmann? |
32 | তাদের কেন দুটো সান্তা ক্লস দরকার? | Warum brauchen sie zwei “Santa Claus”? |
33 | তবে বেলজিয়াম এবং হল্যান্ডে এই মন্তব্যের ভিন্ন ব্যাখ্যা দেয়া হচ্ছে। বলা হচ্ছে, যারা এটা বলছেন, তারা সাধু নিকোলাস উত্সব সম্পর্কে কিচ্ছু জানেন না। | In Belgien und Holland wurden diese Kommentare als eine Illustration kompletter Ignoranz der Sankt Nikolaus-Tradition gegenüber interpretiert, bedenkt man, dass es sich um den Vorreiter des Weihnachtsmannes handelt, und als einen schweren Mangel an Respekt für eine sehr beliebte Tradition in diesen Ländern. |
34 | সান্তা ক্লসকে অগ্রদূত হিসেবে স্থান দিয়েও তারা কয়েকটি দেশে দীর্ঘদিন ধরে চলে আসা একটি প্রথাকে অসম্মান করেছেন। | |
35 | শেফার্ডকে উল্লেখ করে এরকম মন্তব্যও করা হয়েছে: সাবাশ মিস ভেরেন শেফার্ড! | Shepherd's Forderung rief eine echte Welle von Reaktionen im ganzen Internet hervor, mit Nachrichten wie die von jicé auf 7sur7.be [FR]: |
36 | আপনার মুর্খামির জন্য ধন্যবাদ। | Bravo, Frau Verene Shepherd! |
37 | মেরিনে লে পেনের মতো নির্বাচনে আরো ১০টি পয়েন্ট পাবেন আপনি! | Dank einer Idiotin wie Ihnen, schafft es Marine Le Pen um 10 Punkte in den Umfragen zuzulegen! |
38 | [মেরিনে লে পেন হলেন উগ্রপন্থী ফ্রন্ট ন্যাশনাল-এর রাজনৈতিক শাখার একজন প্রার্থী। ] | |
39 | ঐতিহ্যবাহী জুয়রটার পিয়েট প্রথা বাঁচাতে ২০১৩ সালের অক্টোবরের ২২ তারিখে একটি ফেসবুক পেজ চালু করা হয়েছে। | |
40 | পেজের নাম হচ্ছে পেইটিটিয়ে। ইতোমধ্যে পেজটি ২,২০০,০০০ বার লাইক পেয়েছে। | [Marine Le Pen ist die französische Kandidatin der Front National politischer Teil der extremen Rechten] |
41 | এই পেজে পিটার উডো নামের নিচের মন্তব্যটি করেছেন: | Auf Facebook hat die Seite Pietitie [Dutch], die am 22. |
42 | জাতিসংঘ শুনে রাখুন: এখানে কোনো যুদ্ধ হচ্ছে না, দুর্ভিক্ষও নেই, গণহত্যাও হচ্ছে না। | |
43 | তাহলে এখানে আপনার আর কি দরকার? সাধু নিকোলাস স্পেন থেকে নৌকায় করে আসছেন। | Oktober 2013 an den Start ging um die Zwarte Piet Tradition zu verteidigen, ungefähr 2.200.000 “likes.” |
44 | সহকারী হিসেবে সাথে রয়েছে জুয়রটার পিয়েট। | Peter Udo hinterließ folgenden Kommentar [Dutch] auf der Seite: |
45 | ছবি তুলেছেন ১২ড্যানি১২। উইকিমিডিয়া কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত। | Nachricht an die UN: Gibt es keinen Krieg, Hungersnot, oder Völkermord irgendwo, wo ihre Arbeit mehr benötigt wird? |
46 | বিষয়টি নিয়ে ইতোমধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। | Saint Nikolaus, umgeben von seinem Gehilfen Zwarte, winkt vom Schiff aus, das ihn aus Spanien hergebracht hat. |
47 | আর এতে করে সবাই দু'ভাগে ভাগ হয়ে গেছে। | Foto von 12Danny12 auf Wikimedia Commons mit Copyleft Lizenz. |
48 | কেউ কেউ উগ্র বামপন্থীদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে রাজনৈতিক সুবিধা নিচ্ছেন। | Die Debatte läuft Gefahr, die Gesellschaft zu spalten und beschuldigt die Gruppen auf der extremen rechten Seite einen politischen Vorteil daraus zu ziehen. |
49 | যদিও অন্যরা একে তেমন একটা গুরুত্ব দিতে চাচ্ছেন না। | Andere wiederum bevorzugen es, das Thema herunterzuspielen, und suchen nach vernünftigen Gründen die Tradition beizubehalten, ohne dabei irgendjemanden zu beleidigen. |
50 | তারা কাউকে আঘাত না করে ঐতিহ্যবাহী এই উৎসব পালন করে যেতে চাচ্ছেন। | Der Schauspieler Erik van Muiswinkel, der den Charakter seit Jahren spielt, schrieb in nrc.nl [Dutch]: |
51 | এ বছর জুয়রটার পিয়েট-এর সাজে সাজবেন অভিনেতা এরিক ভ্যান মুইসউইংকেল। | |
52 | তিনি এনআরসি. এনএল-এ লিখেছেন: | Zwarte Piete ist sicherlich ein glückliches Relikt aus rassistischen Zeiten. |
53 | বর্ণবাদের এই সময়ে জুয়রটার পিয়েট নিশ্চিন্তভাবেই ভালো থাকবেন। (…) আমি সবসময় ভেবেছি, এটা একটা সুন্দর আনন্দদায়ক উৎসব। | (…) Ich dachte immer, dass es in Ordnung sei, dass eine Tradition, die politisch so inkorrekt wie eine weiße Person mit schwarz angemaltem Gesicht ist,(…) in den Niederlanden möglich wäre. |
54 | যদিও মুখে কালি মেখে একজন শ্বেতাঙ্গ মানুষের কৃষ্ণাঙ্গ সাজা মোটেও রাজনৈতিকভাবে সঠিক না (…) নেদারল্যান্ডে এটা সম্ভব হয়েছে। | |
55 | (…) ডন কুইক্সসোটের সাথে যেমন সাঞ্জো পাঞ্জা আসে তেমনি সাধু নিকোলাসের সাথে জুয়রটার পিয়েট আসে। | |
56 | ফেসবুকের পিয়েটিটিয়ে পেজে বারবারা ওয়েস্টানবার্গ-বুইজস্টার্স এই মন্তব্যটি করেছেন: | |
57 | জুয়রটার পিয়েট চিমনি পরিষ্কারকারী আর সাধু নিকোলাস একজন টার্কি। | (…) Zwarte Piet ist mit Sankt Nikolaus das, was Sancho Panza mit Don Quijote darstellte. |
58 | তারা দুজনেই স্পেনে বসবাস করেন। | Barbara Woestenburg-Buijnsters hinterließ diesen Kommentar [Dutch] über den Pietitie auf Facebook: |
59 | আর নেদারল্যান্ডে আমরা যা উদযাপন করি তা হলো: যতো ধরনের মিলনমেলা রয়েছে, তার মধ্যে এটি সেরা উদযাপন! | Zwarte Piet ist ein Schornsteinfeger und Sankt Nikolaus ist ein Türke, die beide zusammen in Spanien leben, und das ist, was wir in den Niederlanden feiern: Das beste Integrationsfest, das es gibt! |
60 | এদিকে বিতর্ক থামাতে জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপের চিঠি প্রত্যাহার করে নিয়েছে। | Unterdessen hat die UN die Debatte abgesetzt, indem sie sich klar von der Arbeitsgruppe, die diese Kontroverse erst in Gang gesetzt hat, distanziert. |
61 | ইউনেস্কোর বেলজিয়াম প্রতিনিধি মার্ক জ্যাকব বলেছেন: | Deshalb äußerte sich der belgische Abgeordnete der UNESCO, Marc Jacobs dazu: |
62 | ভেরেন শেফার্ড জাতিসংঘের একজন কনস্যালট্যান্ট ছাড়া আর কিছু নন। | |
63 | নিজের ব্যক্তিগত মনোবাঞ্জা পূরণে তিনি জাতিসংঘের নাম ব্যবহার করেছেন (…)। | [Verene Shepherd] ist nichts mehr als eine Beraterin, die den Namen der UN für ihre persönlichen Ziele in den Medien missbraucht hat (…). |
64 | যে চারজন ব্যক্তি ওই চিঠিতে স্বাক্ষর করেছেন, তারা ইউনেস্কোকে সম্পূর্ণরূপে প্রতিনিধিত্ব করেন না। | |
65 | তারা শুধুমাত্র হাই কমিশন ফর হিউম্যান রাইটস-এর লেটারহেড ব্যবহার করেছেন। | Die vier Unterzeichner des Briefes gehören nicht zu einem kompetenten Teil der UNESCO, sie benutzten lediglich den Briefkopf und zwar den des Hochkommissars für Menschenrechte. |