# | ben | deu |
---|
1 | জিভি অভিব্যক্তিঃ সার্বিয়ায় জনতার শক্তিতে পরিচালিত বন্যার্তদের জন্য ত্রাণ | GV Face: Menschen leisten Flutopfern in Serbien Hilfe |
2 | গুগল হ্যাংআউটে আমাদের সাথে যোগ দিন ফেব্রুয়ারি, ২২ মে তারিখে (জিএমটি /ইউটিসি সময় বেলা ৩:৩০ মিনিটে) | Live Google Hangout HEUTE, am Freitag, dem 23. Mai um 17:30 Uhr |
3 | প্রবল এক বন্যায় সার্বিয়ার হাজার হাজার নাগরিক পানি বন্দী হয়ে পড়েছে। | Die Häuser zehntausender Menschen stehen nach massiven Überflutungen in Serbien unter Wasser. |
4 | সরকারের অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রে নাগরিকদের নিজদের সুরক্ষার ব্যবস্থা নিজেদের করে নিতে হয়, কিন্তু সৌভাগ্যক্রমে ত্রাণ এবং সাহায্য প্রদানে নাগরিক উদ্যোগের তথ্য জনতার কাছে বহুভাবে ছড়িয়ে পড়ছে। | Die Unfähigkeit der Regierung hat dazu geführt, dass Menschen sich auf eigene Fast durchschlagen müssen. Zum Glück gibt es Hilfe durch Bürgerinitativen, die auch die Öffentlichkeit informieren und damit als Multiplikatoren wirken. |
5 | এদিকে, সোশ্যাল নেট ওয়ার্ক, প্রচার মাধ্যম এবং এমনকি জাতীয় ব্যক্তিত্বরাও অনেকে ক্ষেত্রে এমন এক কর্তৃপক্ষের “আতঙ্ক ছড়ানোর” মত হুমকির মুখে নিজেদের আবিষ্কার করে, আর তা ঘটল এমন এক সময়ে যখন গুণগত মান সম্পন্ন তথ্যের বিষয়ে অধিকার বিশেষভাবে অপরিহার্য হয়ে পড়েছে। | Unterdessen fühlen sich soziale Netzwerke, Medien und auch Personen des öffentlichen Lebens von den Behörden bedroht, da der Vorwurf im Raum steht, “Panik zu schüren”, zu einer Zeit, in der zuverlässige Informationen benötigt werden. Was geht da eigentlich vor sich? |
6 | আসলে কি ঘটছে? এ সপ্তাহের জিভি অভিব্যক্তিতে আমরা আমাদের সার্বিয়ার এক বন্ধুর সাথে কথা বলব, সাথে থাকবে আমাদের মধ্য এবং পূর্ব ইউরোপ বিষয়ক সম্পাদিকা দানিকা রাদিসিক-যাদের সাথে আমরা সংবাদ বিষয়ে স্থানীয় দৃষ্টিভঙ্গির ব্যাপারে কথা বলব। | Heute sprechen wir mit Freunden in Serbien auf GV Face [en], unter anderem der Global Voices Redakteurin Danica Radisic, die für Zentral- und Osteuropa zuständig ist, um eine lokale Perspektive kennenzulernen. |
7 | আরো পড়ুন: হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে আটকে পড়েছে, সার্বিয় নাগরিকরা বন্যার্তদের ত্রাণের বিষয়টি নিজেদের হাতে নিয়ে নিয়েছে | Hintergrundinformationen zur Flutkatastrophe in Serbien: Zehntausende von der Außenwelt abgeschnitten, Bevölkerung nimmt Hilfe selbst in die Hand. |