# | ben | deu |
---|
1 | প্রতারণার মধ্য দিয়ে যাচ্ছে মিশর #স্পাইডাক | Gequake über die Spionage-Ente in Ägypten |
2 | টুইটারে @কাইরোগসিপ #স্পাইডাকের এই ছবিটি শেয়ার করেছে। | Alle Links in diesem Artikel führen, soweit nicht anders gekennzeichnet, zu englischsprachigen Webseiten. |
3 | মিশর আজ একটি “হাঁস” গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে - যেটির পালকের সাথে গুপ্তচরবৃত্তির জন্য ছোট গ্যাজেট (যন্ত্র) সংযুক্ত ছিল। | @CairoGossip teilt dieses Bild der Spionage-Ente auf Twitter Wie heute bekannt wurde, ist wegen des Verdachts auf Spionage in Ägypten eine “Ente” in Gewahrsam genommen worden, die mit einem Sender im Gefieder aufgefunden worden war. |
4 | হাঁসটি সম্ভবত একটি রাজহাঁস [আরবী ভাষায়] ছিল - এবং একটি গবেষণার জন্য এটি অনুসরণ করা হচ্ছিল। | Es stellte sich heraus, dass es sich bei dieser Ente wahrscheinlich um einen Schwan [ar] handle. Der Sender diene Forschungszwecken. |
5 | এখন সেটি নতুন মোড় নিয়েছে, সেই হাঁস বা রাজহাঁসটি একটি সারস পাখিও হতে পারে। | Doch nun nimmt die Geschichte eine weitere Wendung, da man es möglicherweise bei der Ente oder dem Schwan mit einem Storch zu tun hat. |
6 | টুইটারে, নেটি নাগরিকেরা এই উপলক্ষে মজা করেছেন। | Auf Twitter nehmen das die Netzbürger zum Anlass, Witze zu schnattern. |
7 | ভিক্টর সালামা নোট লিখেছেন: | Victor Salama stellt fest: |
8 | না, আমি নেশাগ্রস্ত নই: সেটা এখান বলছে, #মিশরে গ্রেফতারকৃত #স্পাইডাকটি একটি রাজহাঁস এবং এটি আসলে ফ্রান্স থেকে অভিবাসন করে এখানে এসেছে। | Nein, ich stehe nicht unter Drogen: Man sagt, die Spionage-Ente, die in Ägypten festgenommen wurde, ist ein Schwan… und der sei sogar aus Frankreich eingewandert. |
9 | কিন্তু হাঁস - এখন রাজহাঁস - এমনকি একটি হাঁস বা একটি রাজহাঁস নাও হতে পারে, মোস্তফা হুসেন বলেছেন: | Aber die Ente - jetzt ein Schwan - sei wohl weder Ente noch Schwan, sagt Mostafa Hussein: |
10 | ‘গুপ্তচর' রাজহাঁসটি একটি সাদা সারস পাখি। | Der “Spionage”-Schwan ist ein Weißstorch. |
11 | বসন্ত, শরত্কালের প্রচলিত একটি পরিযায়ী পাখি। | Ein weitverbreiteter Zugvogel im Herbst, Frühling. |
12 | সিনাই, হুরঘাদা ও নীল নদের কুনা অতিক্রম করে আসে। | Er durchquert den Sinai, Hurghada, den Nil südlich von Qina. |
13 | পাখিটি যাই হোক না কেন, হুসেন নামের একজন টুইটারে সেটাকে মুক্ত করে দেবার আহ্বান জানিয়েছেঃ অসহায় পাখি আর. | Hussein, der sein Profilbild auf Twitter ersetzt hat mit dem Foto eines… ehm… Vogels, ruft außerdem dazu auf, den Vogel - welcher Gattung auch immer - freizulassen: |
14 | টি. @দিনাহসান কে মুক্ত করে দিন: বারের পিছনে গুপ্তচর সারস পাখি! | Befreit doch den armen Vogel: Der Spionage-Schwan hinter Gittern! |
15 | (অর্ধেক সাদা, অর্ধেক কালো, ঠিক নাতালাই এর মত !) | (Halb weiß, halb schwarz, genauso wie Natalie!) |
16 | চোখে দেখা পরিস্থিতির চেয়ে আরও কিছু অবস্থা আছে বলে মাহমুদ সালেম মজা করেছেন: | Mahmoud Salem scherzt, hinter der Sache stecke mehr: |
17 | #স্পাইডাক গ্রেফতারের একই দিনে ১১ টায় শুরু হয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কারফিউ চলে। | Die Ausgangssperre wurde von 7 Uhr auf 11 Uhr verschoben und zwar genau an dem Tag, an dem die Spionage-Ente festgenommen wurde. |
18 | কাকতালীয় ঘটনা? | Zufall? |
19 | তা মনে করি না! | Glaube ich nicht! |
20 | ও অস্টিন জি মাকেল বলেছেন, হাঁসের গল্পটি প্রলোভনও হতে পারে: | Und Austin G Mackell bemerkt, es könne sich bei der Ente um einen Köder handeln: |
21 | এখন ভাবছি যে, #স্পাইডাকটি ছিল একটি ইচ্ছাকৃত চিত্তবিনোদন এবং আমরা সবাই যখন হাসাহাসি করছি তখন তাঁরা #সুয়েজ খাল আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে … বা অন্য কিছু | Bin jetzt besorgt, die Spionage-Ente war ein absichtliches Ablenkungsmanöver und während wir gelacht haben, haben sie den Suezkanal an die Amerikaner verkauft oder so was… |
22 | তিমথায় ই কালদাস মৃদুহাস্য রস দেখিয়েছেনঃ | Timothty E Kaldas kichert: |
23 | #মিশরে সালাফি আবু কুয়াকের বার্তা পাঠিয়েছেন: আমি ঘাসগুলো বিক্রি করতে রীতিমত যুদ্ধ করছি কারণ, এটা হালাল নয় এবং গউনাতে আমার আক্রমণের কারণে আমার ভাইকে নির্যাতন করা হয়। | Die Nachricht des Salafisten Abu Quacker an Ägypten: Ich kämpfe gegen den Verkauf von Stopfleber, weil es nicht halal ist und da es meine Brüder quält. |
24 | #স্পাইডাক | Daher mein Angriff auf Guna. |
25 | তারেক রেদয়ান পরিহাস করেছেন: | Tarek Radwan witzelt: |
26 | আবু কুয়াকের এবং তাঁর পুত্র নুরের মুক্তির দাবি জানিয়ে অভ্যুত্থান বিরোধী জোট বিক্ষোভ করেছে যা এখনও বিতর্কের প্রভাবযুক্ত। | Koalition gegen den Putsch ruft auf zu Protesten für die Freilassung von Abu Quacker und Sohn, Nour diskutiert noch die möglichen Folgen. |
27 | আরো মজার কিছু পেতে #স্পাইডাক হ্যাশট্যাগটি দেখুন। | Noch mehr zu lachen gibt es unter dem Hashtag #SpyDuck. |