# | ben | deu |
---|
1 | ল্যাটিন আমেরিকার নাগরিকরা শিস দেয়াকে না বলছে | Lateinamerikanische Frauen sagen Nein zu belästigenden Anmachen |
2 | অনেক দীর্ঘ সময় ধরে শিস দেয়াকে [স্প্যানিশ ভাষায় পিরোপো] ফষ্টিনষ্টি করার সেরা এক উপায় বলে বিবেচনা করা হত; এটি হচ্ছে এমন এক উপায় যার মাধ্যমে পুরুষেরা মেয়েদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে এবং স্তুতির জন্য কিছু বলে থাকে। | Das Piropo [Anmachen] wird seit Langem als eine Art des Flirtens par excellence betrachtet. Es sind Bemerkungen, die Männer an Frauen richten, um ihre Aufmerksamkeit zu gewinnen und ihnen zu schmeicheln. |
3 | তবে অনেক দীর্ঘ দিন ধরে এই বিষয়ে বিতর্ক চলে আসছে যে শিস দেয়া কি আসলে মেয়েদের প্রতি ভালোবাসা প্রদর্শনের মাধ্যম, নাকি তা এক আগ্রাসনমূলক কাজ। | Es stellt sich jedoch die Frage, ob solche Anmachen tatsächlich eine Art des Flirtens sind oder als Angriffshandlungen verstanden werden können. |
4 | সংবাদ সংস্থা ইন্টার প্রেস সার্ভিস ২০১১-এর এক প্রবন্ধে [স্প্যানিশ ভাষায়], বিবৃতি প্রদান করেছে: | In einem Artikel [es] der Nachrichtenagentur Inter Press Service von 2011 heißt es wie folgt: |
5 | কোন কোন পুরুষ একে নারীর প্রতি এক ধরনের প্রশংসা হিসেবে অভিহিত করে থাকে, এবং এমনকি তারা কাব্যে বিষয়টি প্রকাশ করে থাকে। | Einige Männer behaupten, ein Anmachspruch ist ein Kompliment und sogar eine Form des poetischen Ausdrucks. |
6 | কিন্তু অনেক নারীর কাছে শিস দেয়া এক ধরনের হয়রানিরও বিষয়, যা তার জন্য আঘাত জনক, অপমানজনক এবং কখনো কখনো এর মাধ্যমে তাদের হীন করা হয়। | Für viele Frauen sind Anmachen aber eine Art von Belästigung, die sie beleidigt, erniedrigt und manchmal sogar verunglimpft. |
7 | ক্যাট কল বিষয়ে চালানো গুগল অনুসন্ধান [স্প্যানিশ ভাষায়] আমাদের যে ফলাফল প্রদান করছে, তা হচ্ছে অনেকটা এ রকম: “সত্যিকারের ভালবাসাকে জয় করার জন্য মিষ্টি শিস দেয়া” “ প্রিয়তমাকে জয় করার জন্য ৫০ টি শিস দেয়া” “১০৭টি শিস দেয়া যা নারীদের জন্য বিশেষ এক দিনে পরিণত করবে”। | Eine Google-Suche [es] zeigt Ergebnisse wie „Süße Flirtsprüche, um die wahre Liebe zu erobern”, „50 Flirtsprüche, um sie zu erobern”, „107 Anmachsprüche, die ihren Tag retten werden.” |
8 | অনেক শিল্পী এবং ওয়েব ব্যবহারকারী রাস্তায় সংঘঠিত হয়রানি বিষয়ে ছবি প্রদর্শন করছে এবং এই বিষয়ে খুঁটিনাটি বর্ণনা তুলে ধরেছে এবং তারা নারীদের প্রতি শ্রদ্ধা দাবী করেছে। | Viele Künstler und Web-Benutzer haben Photos und Illustrationen geteilt, um von Belästigung auf der Straße zu berichten und Respekt für Frauen zu fordern. |
9 | চিলির অঙ্কনশিল্পী মার্সেলো পেরেজে [স্প্যানিশ ভাষায়] রাস্তায় উচ্চারিত তথাকথিত এক প্রশংসা শোনা এক নারীর ঘটনা তার এক প্রবন্ধে তুলে ধরেন | Der chilenische Illustrator Marcelo Pérez [es] teilte eines seiner Stücke, in denen eine Frau ihre Gefühle gegenüber sogenannten “Komplimenten” die sie auf die Straße hört, beschreibt. |
10 | মার্সেলে পেরেজ-এর অঙ্কন, অনুমতিক্রমে তা পুনরায় প্রকাশ করা হল। | Illustration von Marcelo Pérez, mit seiner Genehmigung veröffentlicht. |
11 | প্রথম ছবিটিতে, অঙ্কিত মূল চরিত্র বলছে: “এটা কোন প্রশংসা সূচক বাক্য নয়, এটা হচ্ছে এক লালা ঝরানো বেকুবের বুলি, যে জীবনে কোনদিন মেয়ে দেখেনি”। | Im ersten Bild sagt die Protagonistin der Illustration: „Das ist kein Kompliment, sondern ein geifernder Schwachkopf, welcher das ganze Jahr keine Frau gesehen hat.” |
12 | দ্বিতীয় ছবিতে সে বলছে: “এটা একটা হঠাৎ জড়িয়ে ধরা, আকস্মিক আঘাত এর প্যাঁচালো একটা বিষয়”। | Im Zweiten sagt sie: „Das ist Grabschen, eine abartige Art von unerwartetem Schlag.” |
13 | তৃতীয়টি সে বলছে “প্রকাশ্য রাস্তায় চেচিয়ে যে অশ্লীল বাক্য বলে সে এক অপরাধী (যা না কোন স্তুতিবাক্য, না কোন আকর্ষণীয় কোন কিছু)। | Im dritten Bild sagt die Frau „Das ist ein Penner, der Obszönitäten auf der Straße schreit, die weder schmeichelhaft noch verführerisch sind.” |
14 | সবশেষে সে বলছে” এটা হচ্ছে পলক না ফেলা এক বিকারগ্রস্তের নির্ধারিত এবং গা শিউরে ওঠার মত করে তাকানো। | Letztendlich sagte sie: „Dies ist der starre, gruselige Blick eines Psychopathen.” |
15 | আর্জেন্টিনা থেকে গ্লোবাল ভয়েসেস-এর লেখক জর্জ গোব্বি;[স্প্যানিশ ভাষায়] তার ফ্লিকার একাউন্ট থেকে কিছু ছবি প্রদর্শন করেছে, যা বিশ্বের এই অঞ্চলের এক প্রতীকী নারী আন্দোলন থেকে নেওয়া বাক্য “ আমরা আপনাদের প্রশংসা নয়, শ্রদ্ধা চাই।” | Global Voices Autor Jorge Gobbi [es] aus Argentinien teilte ein Foto aus seinem Flickr-Account, das einen bekannten Ausdruck der Frauenbewegung in dieser Weltregion zeigt: “Ich will nicht deine Anmachsprüche, sondern deinen Respekt.” Ich will nicht deine Anmachsprüche, sondern deinen Respekt. |
16 | আমরা আপনাদের প্রশংসা চাই না, শ্রদ্ধা চাই;মরিসের ছবি সিসি লাইসেন্সের অধীনে ফ্লিকার থেকে নেওয়া এট্রিবিউশন ২. | Von Morrisey bei Flickr unter der CC-Lizenz Attribution 2.0 Generic (CC BY 2.0). |
17 | ০ জেনেরিক (সিসি বাই ২. | Marta G. |
18 | ০) এদিকে মার্টা জি টেরেন [স্প্যানিশ ভাষায়] কয়েকটি বাক্য সহ একটি ছবি প্রদর্শন করেছে, যা নিকারাগুয়ার রাস্তা থেকে নেওয়া হয়েছে : | Terán [es] teilt ihrerseits ein Foto des gleichen Satzes, diesmal vorgefunden in einer nicaraguanischen Straße: |
19 | আমি আপনাদের প্রশংসা চাই না, চাই আপনাদের শ্রদ্ধা। | Ich will nicht deine Anmachsprüche, sondern deinen Respekt. |
20 | ফ্লিকারের ব্যবহারকারী মার্টাস্কোপিওর যা সিসি লাইসেন্স এ্যাট্রিবিশন ২. ০ জেনেরিক-এর অধীনে ব্যবহার করা হয়েছে (সিসি বাই ২. | Geteilit von Martascopio bei Flickr unter CC-Lizenz Attribution 2.0 Generic (CC BY 2.0). |
21 | ০) ব্লগার[স্প্যানিশ ভাষায়] এবং অঙ্কন শিল্পী;ডেভিলকাটি [স্প্যানিশ ভাষায়] নীচের কমিকটি প্রদর্শন করছে: | Bloggerin [es] und Illustratorin DevilKaty [es] teilt den folgenden Comic: |
22 | ডেভক্যালি অঙ্কিত ক্যাটকল , ফ্লিকারে পোস্ট করেছে ব্যবহারকারী;ডেভিলকাটি, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স -এর অধীনে ব্যবহার করা হয়েছে (সিসি বাই এনসি ২. | Das Anmachen von Illustratorin DevilKaty, von Benutzer DevilKaty auf Flickr unter Creative Commons Lizenz (CC BY-NC 2.0) |
23 | ০) -পুরুষ: তোমার চিবুক ইতিহাসে অদ্বিতীয়, কেন তুমি শিস দেয়ার সামগ্রী হতে পছন্দ করনা? | Mann: Ihr Mädels seid hysterisch, wie könnt ihr eine Anmache nicht mögen? |
24 | -হ্যাঁ। | Ja. |
25 | এটা সত্য, কি ভাবে ভাবলে যে আমি এই বিষয়ে চিন্তা করিনি? | Das stimmt, wieso habe ich mir keine Gedanken darüber gemacht? |
26 | আমি রাস্তায় হয়রানির শিকার হতে ভালবাসি। | Ich liebe es auf der Straße belästigt zu werden. |
27 | আমি স্তুতির সময় ভিন্ন এক অনুভূতি পাই! | Ich fühle mich ekelhaft beglückwünscht! |
28 | যখন কোন লোক, যাকে আমি চিনি না, আমার বক্ষের দিকে তার তাকানো আমার পছন্দ নয়, কারণ আমি নিছকই এক নারী, এভাবে অপমানিত হওয়া এক সম্মানের বিষয়! | Ich liebe es, wenn irgendein Typ, den ich nicht kenne oder den ich nicht mag, auf meine Brüste schaut, nur weil ich eine Frau bin. |
29 | আমি এই বিকৃতি এবং বিকৃত ধরনের প্রশংসা পছন্দ করি। | Es ist eine Ehre, auf diese Weise beleidigt zu werden! |
30 | -পুরুষ:হ্যাঁ ঠিক আছে, আমি বিষয়টি ধরতে পেরেছি। | Ich liebe diese Art der widerwärtigen und perversen Bewunderung! |
31 | সবশেষে, কোন নারীকে প্রশংসা করা এবং সেটাকে এক ধরনের হয়রানী শ্রেণীতে ফেলার চ্যালেঞ্জ নিয়ে ফেসবুকে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে : | Mann: Ja, okay, alles klar. Zuletzt weist Facebook auf eine Reihe von Initiativen hin, die das Anmachen einer Frau kritisch hinterfragen und es als eine Art der Belästigung kategorisiert: |
32 | শিস দেয়ার মাধ্যমে নারীদের প্রতি হয়রানির আমরা বিরুদ্ধে [স্প্যানিশ ভাষায়] | Estamos en contra del acoso a la mujer con los piropos callejeros [es] [Wir sind gegen die Belästigung von Frauen durch Anmachen] |
33 | রাস্তার হয়রানি বন্ধ করুন [স্প্যানিশ ভাষায়] | Paremos el acoso callejero [es] [Belästigungen auf der Straße stoppen] |
34 | পুরুষ এবং নারী উভয়ে রাস্তার হয়রানীর বিরুদ্ধে [স্প্যানিশ ভাষায়] | Mujeres y hombres en contra del acoso callejero [es] [Männer und Frauen gegen Belästigungen auf der Straße] |