Sentence alignment for gv-ben-20121024-32514.xml (html) - gv-deu-20121021-12019.xml (html)

#bendeu
1লিবিয়া: খামিজ গাদ্দাফি কি সত্যিই নিহত?Libyen: Ist Khamis Gaddafi wirklich wirklich tot?
2আমাদের এ পোস্টটি লিবিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশDieser Artikel ist Teil unseres Dossiers Libyen Revolution 2011 [en].
3খামিজ গাদ্দাফি কি সত্যিই মারা গেছেন?Ist Khamis Gaddafi tot? Wirklich wirklich tot?
4খামিজ গাদ্দাফির পিতা লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার আল গাদ্দাফির পতনের ঠিক এক বছর পরে এ প্রশ্নটি এখনো ঘুরে ফিরে আসছে।Diese Frage [en] wird genau ein Jahr nach dem Sturz [en] seines Vaters, dem libyschen Diktator Muammar Al Gaddafi, immer noch gestellt.
5সাংবাদিক ম্যারি ফিটজেরাল্ড টুইট করেনঃDie Journalistin Mary Fitzgerald twittert:
6@ম্যারিফিটজেরাল্ডআইটি: সারাদিন ধরে চলমান গুজবের পরিপ্রেক্ষিতে # লিবিয়া ন্যাশনাল কংগ্রেসের একজন মুখপাত্র স্থানীয় টেলিভিশনকে জানান যে গাদ্দাফির ছেলে খামিজ আজ আহত অবস্থায় ধরা পড়েছেন এবং পরবর্তিতে মারা গেছেন@MaryFitzgeraldIT: Nach einem Tag voller Gerüchte sagt ein Sprecher von #Libyens Nationalkongress einem lokalen Fernsehsender, Gadaffis Sohn Khamis sei heute verletzt aufgefunden worden und später gestorben.
7তিনি আরও বলেন:Und sie fügt hinzu:
8@ম্যারিফিটজেরাল্ডআইটিঃ গত ২০ মাস ধরে গাদ্দাফির ছেলে খামিজের গ্রেফতার/মৃত্যুর খবর একাধিকবার প্রচারিত হয়েছে, অবাক হওয়ার মত কিছু নেই কারন অনেকেই স্বাক্ষ্য প্রমান দেখার জন্য অপেক্ষা করছে # লিবিয়া
9দি লিবিয়ান ইয়ুথ মুভমেন্ট মন্তব্য করেঃDie LibyscheJugendBewegung [original: LibyanYouthMovement] bemerkt:
10@শাবাবলিবিয়াঃ আমরা ছবির জন্য অপেক্ষা করছি এবং এ ঘটনার আপডেট সবার কাছ থেকে চালানোর চেস্টা করছি।@ShababLibya: Wir werden auf Bilder warten und weiterhin alle über die Geschichte auf dem Laufenden halten.
11আমাদের ধারনা খামিজ মারা গেছেন!Wir dachten alle Khamis wäre tot!
12# লিবিয়া#Libyen
13হুদা মন্তব্য করেনঃUnd Huda erwähnt:
14@হুদ্দুহ: কেনির চাইতে অনেকবার খামিজ নিহত হয়েছেন।@hudduh: Khamis ist öfter gestorben als Kenny.
15তার গ্রেফতার/মৃত্যু সংক্রান্ত বিষয়ে সুনিশ্চিত হওয়ার জন্য আকাট্য মোবাইল ফোন ফুটেজের অপেক্ষা করছি।Auf das unvermeidliche Handy-Filmmaterial warten, das seine Festnahme/ seinen Tod bestätigt.
16#লিবিয়া#Libyen
17এনপি আর এর একজন জেষ্ঠ কৌশুলি এন্ডি কারভিন টুইট করেনঃNPR Seniorstratege Andy Carvin twittert:
18@একারভিন ঃ খামিজ গাদ্দাফিকে দেখান@acarvin: Zeigt uns Khamis Gaddafi.
19। প্রমান করেনBeweist es.
20।প্রমান না করা পর্যন্ত তিনি সিজার সোজে হয়েই থাকবেনBis ihr das tut, wird er Keyser Söze bleiben.
21।#লিবিয়া#libyen
22ইতোমধ্যে ইয়াদ এল-বাগদাদি ধারণা করেনঃUnterdessen prophezeit Iyad El-Baghdadi:
23@ইয়াদ এল_বাগদাদি: কোন কোন অর্বাচীন ফটোশপকৃত কামিজ#গাদ্দাফির মৃত্যুর ছবি তৈরি করেছে এবং প্রচার করছে ৩…২…#লিবিয়া@iyad_elbaghdadi: Irgendein Depp erstellt und verbreitet ein gephotoshoptes Bild des toten Khamis #Gaddafi in 3… 2… #Libyen
24লিবীয় আলিদাইয়ালিবিয়া মন্তব্য করেছেনঃUnd das libysche AletheiaLibya kommentiert:
25@আলিদাইয়ালিবিয়াঃ যদি # গাদ্দাফি “লিবীয়দের হৃদয়ে চির জীবিত থাকে”, তাহলে এটা মেনে নেওয়া যায় যে মুসা ইব্রাহিম ও খামিজ #লিবিয়ার কারাগারে চিরদিন থাকবে।@AletheiaLibya: Wenn #Gaddafi “für immer im Herz Libyens lebt”, sei es nur fair, dass Ibrahim & Khamis für immer in #Libyens Gefängnissen leben sollen.
26মুসা ইব্রাহিম ছিলেন গাদ্দাফির মুখপাত্র।Moussa Ibrahim war Gaddafis Sprecher.
27আজকের সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে রাজধানী ত্রিপোলীর দক্ষিনে অবস্থিত তারহুনা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।Nachrichtenberichte von heute erklären, dass er in Tahouna, im Süden der Hauptstadt Tripoli, festgenommen wurde.
28সাংবাদিক জেনান মুসা আহবান জানানঃDer Journalist Jenan Moussa ruft zur Vernunft auf:
29@জেনানমুসাঃ দয়া করে গুজব ছড়ানো বন্ধ করুন।@jenanmoussa: Leute, hört auf Gerüchte zu streuen.
30আমি নিশ্চিত যে #লিবিয়াতে এ মুহুর্তে খামিজ গাদ্দাফির বিষয়ে কেউ নিশ্চিত খবর দিতে পারবে নাIch bestätige, dass niemand in Libyen zur Zeit Nachrichten über Khamis Gaddafi bestätigen kann
31Nur die Zeit kann zeigen ob Khamis Gaddafi das Schicksal seines Vaters bald teilen wird.
32সময় বলে দেবে যে খামিজ গাদ্দাফি সত্বর তার বাবার ভাগ্য বরণ করবে কি না।Dieser Artikel ist Teil unseres Dossiers Libyen Revolution 2011 [en].