Sentence alignment for gv-ben-20150602-48976.xml (html) - gv-deu-20150605-29550.xml (html)

#bendeu
1সমপ্রেমের প্রসঙ্গ থাকায় সিঙ্গাপুরে গানের ভিডিও’র সম্প্রচার নিষিদ্ধSingapur verbietet Musikvideo aufgrund seines Pro-LGBT Inhalts
2জলিন টিসাইয়ের ‘আমরা সবাই ভিন্ন, আমরা অভিন্ন' শিরোনামের গানের ভিডিও'র স্ক্রিনশট।Screenshot aus Jolin Tsais Musikvideo “We're All Different, Yet The Same”
3আপডেট: সরকারের মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি ‘সমপ্রেমের অনুষঙ্গ' থাকার কথা বলে সিঙ্গাপুরের সকল স্থানীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে এই গানের ভিডিওটি প্রচার না করার পরামর্শ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।UPDATE: Die Media Development Authority (Behörde für Medienentwicklung, kurz MDA) der Regierung hat bestätigt, dass sie örtlichen Sendern dazu geraten hat, das Musikvideo aufgrund seines ‘nur für Erwachsene geeigneten' Inhalts nicht auszustrahlen.
4সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, তাইওয়ানের পপ সংগীতশিল্পী জলিন টিসাইয়ের ‘আমরা সবাই ভিন্ন, আমরা অভিন্ন' শিরোনামের গানের ভিডিও'র সম্প্রচার সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হয়েছে।Berichten zufolge wurde die Ausstrahlung sowohl des Musikvideos als auch des eigentlichen Songs “We're All Different, Yet The Same” der taiwanesischen Sängerin Jolin Tsai in allen Radiostationen und Fernsehsendern Singapurs verboten.
5সিঙ্গাপুরের মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি দেশের সব টেলিভিশন ও রেডিও স্টেশনকে এই গান এবং গানের ভিডিও সম্প্রচার না করার জন্য নির্দেশ জারি করে।Die staatliche Media Development Authority (MDA) hat anscheinend eine Mitteilung an Radio- sowie Fernsehstationen des Insel- und Stadtstaates gesendet, die darüber informierte, dass das Musikvideo sowie das Lied nicht ausgestrahlt werden sollen.
6একটি প্রতিবেদনে বলা হয়েছে, গানের কথায় সমলিঙ্গের বিবাহকে উৎসাহিত করা হয়েছে, যা সিঙ্গাপুরের রাষ্ট্রীয় আইনের সাথে সাংঘর্ষিক।Laut den Berichten ist der Grund hierfür, dass der Liedtext sich für die Gleichberechtigung gleichgeschlechtlicher Paare in Ehe und Familie ausspricht, was im Konflikt mit den örtlichen Gesetzen steht.
7উল্লেখ্য, গানের ভিডিওতে এক লেসবিয়ান দম্পতিকে দেখানো হয়েছে, যারা গত তিন ধরে একসাথে বসবাস করছেন।Das Musikvideo handelt von einem lesbischen Paar, das seit drei Jahrzehnten zusammenlebt.
8সিঙ্গাপুরে সমকামী অধিকার নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। সেখানকার রাজনৈতিকরা প্রায়শই বলে থাকেন, দেশের সাধারণ মানুষ সমকামীদের অধিকার মেনে নিতে এখনো প্রস্তুত নয়।Rechte für gleichgeschlechtliche Paare sind seit langem ein kontrovers diskutiertes Thema in Singapur, da Politiker oft beteuern, dass die Bevölkerung noch zu konservativ eingestellt und noch nicht bereit sei für eine weitreichendere Akzeptanz der LGBT-Rechte.
9তাছাড়া দণ্ডবিধি ৩৭৭এ ধারাকে চ্যালেঞ্জ করলেও দেশটির সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছে।Eine Verfassungsklage gegen Abschnitt 377a des Strafgesetzbuchs, der den Geschlechtsverkehr zwischen zwei Männern kriminalisiert, wurde letztes Jahr durch ein Gericht abgewiesen.
10উল্লেখ্য, ওই ধারাটিতে সমলিঙ্গের বিয়ে-কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।Das Verbot des Lieds und Videos wurde von einigen Einwohnern Singapurs befürwortet.
11গানের ভিডিও নিষিদ্ধ করাকে সিঙ্গাপুরের অনেকেই সমর্থন করেছেন। এরা সবাই পিংকডটের মতো সমকামী অধিকারের পক্ষে আন্দোলনকারী সংগঠনের বিপক্ষে কথা বলে থাকেন।Hierzu zählen besonders solche, die sehr offen mit ihrer Ablehnung gegenüber Veranstaltungen zur Förderung und Unterstützung von LGBT-Rechten (zum Beispiel Pink Dot) sind.
12ভিডিও নিষিদ্ধের প্রতি সমর্থন জানিয়ে আদি আসজর সিঙ্গাপুরে আমরা সবাই পিংকডটের বিরুদ্ধে শীর্ষক ফেসবুক পেজে লিখেছেন:Adi Asjor zeigte seine Unterstützung für das Verbot in einem Kommentar auf der Facebookseite We are against Pinkdot in Singapore (Wir sind gegen Pinkdot in Singapur):
13এই ধরনের বিয়ের উদ্দেশ্য কী?Was ist der Sinn und Zweck dieser Ehe?
14আজকে সুখী থাকা?Für einen Tag glücklich zu sein?
15আজকের চাহিদা পূরণে সন্তুষ্ট থাকা?Für einen Tag ihre Bedürfnisse zu erfüllen?
16তাহলে কালকে কী হবে?Was ist mit Morgen?
17ছেলেমেয়ে না থাকায় বৃদ্ধ বয়সে তাদের কে দেখাশোনা করবে (গর্ভপাত নিয়ে কিছু বলতে আসবেন না। কারণ সন্তান গর্ভে আসে স্বামী ও স্ত্রী'র মিলনের মাধ্যমে)?Wer wird sich um sie im Alter kümmern, weil sie keine Kinder haben (fangt bloß nicht mit Adoption an, weil ein Kind der Nachwuchs von einem Mann und einer Frau ist).
18ভবিষ্যৎ প্রজন্মের বিষয়ে কী হবে- যেখানে সমলিঙ্গের বিয়ের মানেই হলো বংশানুক্রমের অবসান।Was ist mit der nächsten Generation - eine Ehe zwischen gleichgeschlechtlichen Paaren bedeutet, einfach formuliert, das Ende des Weges für sie.
19বিয়ে হলো এমন একটি ব্যবস্থা, যেখানে পরিবার থাকবে, ছেলেমেয়ে থাকবে, তাদের শিক্ষা দেয়ার ব্যবস্থা থাকবে, মানব জাতির ভবিষ্যৎযাত্রাও উন্মুক্ত থাকবে।Die Ehe dient der Fortpflanzung und ist ein Konzept einer Familie mit Kindern, der Bildung und Erziehung, der Zukunft der Menschheit.
20তাই মানবজাতির ভবিষ্যৎ ভিত্তির জন্যই বিয়ে হতে হবে নারী ও পুরুষের মধ্যে।Eine Heirat zwischen Mann und Frau ist das Fundament für die Zukunft der Menschheit.
21মানুষকে এটি ভুলে গেলে চলবে না।Das IST der Grundwert, den die Menschen NICHT vergessen dürfen.
22সিঙ্গাপুর যেদিন ‘সমপ্রেমের অনুসঙ্গ' থাকায় গানের ভিডিও নিষিদ্ধ করে, সেদিনই খবর বেরোয়, আয়ারল্যান্ডে সমলিঙ্গের বিয়ের অনুমতি দিয়েছে।Jedoch frustrierte die Nachricht, die am Tag des Irland-Referendums zur Gleichstellung gleichgeschlechtlicher Paare in der Ehe an die Öffentlichkeit kam, viele Singapurer:
23তাই সিঙ্গাপুরের অনেকেই হতাশা প্রকাশ করেন: আমি মনেপ্রাণে কামনা করি মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক নিষিদ্ধ গানের ভিডিওটি সবাই দেখুক।Ich wünsche mir inständig, dass das Verbot der MDA von Jolin Tsais Musikvideo alle Leute dazu anregt, sich das Video anzusehen, weil das Verbot lächerlich ist und das Video eine tolle Botschaft hat.
24কারণ এই নিষেধাজ্ঞা খুবই হাস্যকর। তাছাড়া গানের ভিডিওতে মহৎ বার্তা রয়েছে।Die Haltung unseres Landes gegenüber LGBT-Rechten ist furchtbar und macht mich wirklich wütend.
25সমকাম বিষয়ে দেশের এই জঘন্য অবস্থান আমাকে ক্রুদ্ধ করে।2015, selbsternannte Weltstadt und wir sind noch immer total borniert.
26২০১৫ সালে স্বঘোষিত বৈশ্বিক শহরের দাবীদার আমরা। যদিও আমরা এখনো সংকীর্ণ মনের অধিকারী হয়েই আছি।Welch Ironie, dass am gleichen Tag, an dem die MDA einen Song, der von einer gleichgeschlechtlichen Ehe handelt, verbietet, sich Irland klar für die gleichgeschlechtliche Ehe ausspricht.
27কেমন বিদ্রুপাত্মক ব্যাপার!@PinkDotSG
28যেদিন সিঙ্গাপুর ‘সমপ্রেমের অনুসঙ্গ' থাকায় গানের ভিডিও নিষিদ্ধ ঘোষণা করলো, সেদিনই আয়ারল্যান্ড তাদের অধিকারের পক্ষে ভোট দিলো।
29মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি'র সিদ্ধান্তের সমালোচনা করে ব্লগার এলজিবিটি অধিকার আন্দোলনকর্মী অ্যালেক্স এইউ লিখেছেন:Der Blogger und LGBT-Aktivist Alex Au kritisierte die Entscheidung seitens der MDA:
30মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি'র পদক্ষেপ শুধু পশ্চাদমুখীই নয়, এটি হাস্যকর রকমের ছোটমনের একটি পদক্ষেপ।Dieser Schritt der MDA ist nicht nur rückschrittlich sondern auch lachhaft unbedeutend und zwecklos.
31আরো অনেকের মতো এই গান আমি আগে শুনিনি।Wie viele andere hatte ich vorher noch nie von dem Song gehört.
32কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শেয়ার করছেন।Aber jetzt wird es von vielen auf den sozialen Netzwerken geteilt.
33আমি নিশ্চিত যে, পিংকডটের আয়োজনকারীরা এই বছরের অন্যান্য আয়োজনে আলোচনায় থাকার জন্য এই পদ্ধতি চিন্তা করে দেখবে।Ich bin mir sehr sicher, dass die Organisatoren von Pink Dot schon darüber nachdenken, wie sie ihn im Festival dieses Jahr einbringen können.
34… তারা কি মনে করে, বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে সিঙ্গাপুর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে?[…] Glauben sie wirklich, dass Singapur seine Stellung in der Welt halten kann, wenn der Rest der Welt sich in Richtung Zukunft bewegt?