# | ben | deu |
---|
1 | জার্মানী: ২০১৫ সালে সমঅধিকার | Deutschland: Gleichberechtigung im Jahr 2015 |
2 | সামাজিক নেটওয়ার্কগুলোতে নারীরা একটি বীমার উপর তৈরী করা বর্ণনামূলক ভিডিও বিষয়ে বিদ্রোহ ঘোষণা করছে, যেখানে নারীদের ভূমিকা ২০১৫ সালের সংশ্লিষ্ট না হয়ে ১৯৫০শের দশকের অনুরূপ হিসেবে বর্ণনা করা হয়েছে। | In sozialen Netzwerken empören sich Frauen über Erklärvideos einer Versicherung, in denen die Rolle der Frau wohl eher den 1950er-Jahren entspricht, als dem Jahr 2015. |
3 | বিএরতে ফোগেল তার ব্লগথেয়া তে লিখেছে - ভাষা, গণমাধ্যম এবং সমাজে নারী শিরোনামে: | Birte Vogel schreibt in ihrem Blog Thea - Frauen in Sprache, Medien und Gesellschaft: |
4 | প্রাচীন লাইপৎসিগবাসীর চোখে নারীদের ভূমিকা ছিল অক্রিয় মা ও মেয়ের মতো, মেয়েটি নিজে স্কেটবোর্ড চালাতে পারেনা এমন একটি তরুণী যাকে তরুনরা পছন্দ করে ও যার ছবি তোলে, আর মা একটি সচ্ছল ঘরের স্ত্রী, যে কোন চাকরী করে না আর সেই জন্য সে সারা দিন বাগানের বেড়ার ধারে দাড়িয়ে থেকে গল্পগুজব করতে পারে, যার বীমা সম্পর্কে কোন ধারণা নেই, যে তার পিতৃতান্ত্রিক স্বামী যা বলে ও শিখায় তাই শেখে এবং বিবাহ বিচ্ছেদের ভয়ে তার স্বামীর জন্য কিছু রান্না করতে ততক্ষনাৎ রান্নাঘরে দৌড়ে যায়। | Die Rolle der Frau in den Augen der Alten Leipziger ist die der passiven Mutter und Tochter, des Mädchens, das selbst nicht Skateboard fährt, sondern den Jungen anhimmelt und ihn fotografiert, der gut situierten Ehefrau, die keinen Job hat und deshalb den lieben langen Tag am Gartenzaun stehen und tratschen kann, die keine Ahnung hat von Versicherungen, die sich gerne vom altväterlichen Gatten aufklären und belehren lässt und aus Sorge vor einer Scheidung gleich zurück an den Herd rennt, um dem Herrn etwas zu kochen. |
5 | বিবাহবিচ্ছেদ হলে পুরুষের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়ে এমন একটি নারীরতো আর কিছুই বাকী থাকে না। | Eine Frau, die vollkommen abhängig ist vom Mann - wenn der sich scheiden lässt, bleibt ihr gar nichts mehr. |
6 | একদম পরিষ্কার: এগুলো ৫০শের দশক। | Ganz klar: 50er Jahre. |
7 | জিগি লীব #aufgewacht (জেগে উঠুন) হ্যাসট্যাগ উল্লেখ করে টুইট করেছে: | Sigi Lieb twittert unter dem Hashtag #aufgewacht: |
8 | ২০১৫ সালে জেগে উঠুন। | #aufgewacht im Jahr 2015. |
9 | অস্বাভাবিক নির্বোধ প্রচারভিডিও নারীদেরকে নির্বুদ্ধিতাপুর্ণ ও অক্রিয় হিসেবে উল্লেখ করেছে। | Selten dummes Werbevideo stellt Frauen als dümmlich dienend und passiv dar: http://t.co/9xAjhi6P8t - Sigi Lieb (@gespraechswert) March 15, 2015 |