# | ben | deu |
---|
1 | মায়ানমার টাইমস সংবাদপত্রে প্রকাশিত খবরের মাধ্যমে বার্মিজ জান্তাকে লুকানো সংকেত | Versteckte Botschaft in Myanmar Times veröffentlicht |
2 | মায়ানমারের কয়েকজন ব্লগার ২৩ জুলাই ২০০৭, সোমবারের মিয়ানমার টাইমসে প্রকাশিত একটা বিজ্ঞাপন নিয়ে আলোচনা করছেন। | Einige myanmesische Blogger schreiben über eine Werbeanzeige mit versteckter Botschaft, die am 23. |
3 | ধারনা করা হচ্ছে যে তাতে কোন লুকানো সংকেত আছে। | Juli in der Myanmar Times erschienen ist. |
4 | এন৩ নামক ব্লগার বলছেন যে ট্রাভেল এজেন্সির বিজ্ঞাপন হিসাবে প্রকাশিত বার্তাটি উলটো ভাবে দেয়া ছিল। | N3 stellt fest, dass die Nachricht als Anzeige für ein Reisebüro erschienen ist: Der erste Teil der Nachricht ist „Freedom“, der zweite Teil „Killer Than Shew“. |
5 | লুকানো বার্তার প্রথম অংশে “Freedom” (স্বাধীনতা) আর দ্বিতীয় অংশে “Killer Than Shwe” (খুনি থান সুই) লেখা আছে। | May11 untersuchte die Hintergründe der Anzeige und fand heraus: |
6 | মে১১ ব্লগ এই ধরনের বার্তার কারন বের করার জন্য বিজ্ঞাপনের সূত্র খুজেছেন এবং বলছেন: বিজ্ঞাপনটি দেখে মনে হচ্ছিল যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ থেকে বার্মাতে টুরিষ্ট আসার ব্যাপারে উৎসাহ দিচ্ছে, আসলে এতে বারমিজ জান্তার জন্য একটা গোপন বার্তা ছিল। | Es sieht so aus, als würde die Anzeige Skandinarvier zu Tourismus in Burma auffordern - sie enthält jedoch eine versteckte Nachricht für die burmesische Junta: Die Anfangsbuchstaben des Gedichtes ergeben das Wort „Freedom“, der Name des Reisebüros („Ewhsnahtrellik“, d. Übers. |
7 | (বিজ্ঞাপনে উল্লেখিত) কবিতার প্রত্যেক লাইনের প্রথম শব্দ দিয়ে “freedom” (স্বাধীনতা) আর বোর্ড অফ আইসল্যান্ডিক ট্রাভেলস এজেন্সির নাম উল্টোভাবে বানান করলে “Killer Than Shwe” (খুনি থান সুই) হয়। | ) ergibt rückwärts „Killer Than Shwe“. General Than Shwe führt die herrschende Junta in Myanmar an. |
8 | জেনারেল থান সুই হচ্ছেন মায়ানমারের শাসক সামরিক জান্তার নেতা । | Die Anzeige wurde von der dänischen Gruppe Surrend geschaltet. |
9 | ইতিমধ্যে নিয়েইন চান ইয়ার এই বিজ্ঞাপন কাগজে ছাপানোর জন্য এর পেছনের দলকে ধন্যবাদ জানিয়েছেন। | Surrend hatte die selbe Methode schon einmal im Iran angewendet. |
10 | বিজ্ঞাপনটি ড্যানিশ স্ট্রিট আর্ট গ্রুপ সারেন্ড দ্বারা প্রেরিত। | Nyein Chan Yar dankt der Gruppe für die Aktion. |
11 | সারেন্ড ইরানেও একবার একই ধরনের চালাকি করেছিল। | Geschrieben von May Hnin Phyu |