Sentence alignment for gv-ben-20111006-20537.xml (html) - gv-deu-20111006-3838.xml (html)

#bendeu
1তিউনিশিয়ায় আরব ব্লগার সম্মেলনArabische Blogger treffen sich in Tunis
2সোমবারে, তিউনিশিয়ায় দিনব্যাপি এক সাধারণ আলোচনার মধ্যে তৃতীয় আরব ব্লগার সম্মেলনের উদ্বোধন ঘটে।Am Montag hat in Tunis das 3. Treffen arabischer Blogger mit einer eintägigen öffentlichen Konferenz begonnen.
3নাওয়াত এবং হাইনরিশ বোল ফাউন্ডেশন-এর সাথে গ্লোবাল ভয়েসেস, এই সম্মেলনের অন্যতম আয়োজক। এই সম্মেলনে আশেপাশের আরব দেশ থেকে প্রায় ১০০ জনের মত ব্লগার উপস্থিত হয়েছেন।Das Treffen wird veranstaltet von Global Voices, Nawaat und der Heinrich Böll Stiftung und wird besucht von fast 100 Bloggern aus fast allen arabischen Ländern.
4স্বাভাবিকভাবে এই সম্মেলনের বিষয়টি ব্লগে ভাল ভাবে তুলে ধরা হয়েছ, তা কেবল এই সম্মেলনের উদ্যোক্তা আরব ব্লগার ব্লগে নয়, এই সম্মেলনে অংশ নেওয়া অনেক ব্লগারও সম্মেলন-এর বিষয়ে ব্লগ করেছে।Selbstverständlich wurde viel über die Konferenz gebloggt, nicht nur auf dem offiziellen “Arab Bloggers” Blog, sondern auch bei vielen Teilnehmern.
5প্রচার মাধ্যমের লিঙ্ক এবং ব্লগে প্রকাশিত সংবাদ এখানে, সংগৃহীত করা হয়েছে (দয়া করে মন্তব্য বিভাগে মন্তব্য পোস্ট করুন যাতে আমরা উপলব্ধি করতে পারি-এর মধ্যে থেকে কোন কিছু বাদ পড়ল কিনা )।Die Links zur Medien- und Blogberichterstattung werden hier gesammelt (bitte schreibt in den Kommentaren, falls wir etwas vergessen haben).
6এই সম্মেলন বিষয়ক আল জাজিরার এক সংবাদে দাবী করা হয় যে, “ আরব ব্লগাররা বলছে যে আরব বিপ্লব বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে'।Ein Al-Jazeera-Artikel über das Treffen erklärt: “die arabischen Blogger sagen, dass der arabische Frühling sich weltweit ausgebreitet hat” [en].
7প্রথম দিনের, প্রথম অংশের বিষয়ে জিলিয়ান ইয়র্ক সহ ইংরেজি ভাষায় ব্লগের সংবাদ এবং তিউনিশিয়ার ব্লগারদের বিশেষ এক প্যানেল উপস্থাপন করা হয়েছে, যারা নানা ভাবে তিউনিশিয়ার রাজনীতিতে যুক্ত।Die englischsprachige Blogberichterstattung beinhaltete Jillian Yorks Artikel über Tag 1, Teil 1 [en] und einen speziellen Teil mit tunesischen Bloggern [en], die jetzt auf verschiedene Art in die tunesische Politik involviert sind.
8সবচেয়ে বড় সংবাদটি এসেছে তিউনিশিয়ার ইন্টারনেট এজেন্সির নতুন সভাপতির এক আলোড়ন সৃষ্টিকারী বক্তব্যে, এতে তিনি উন্মোচন করেন যে, কিছুদিন আগে যে সরকার তিউনিশিয়ার ক্ষমতায় ছিল, তারা গোপনে পশ্চিমা কোম্পানীর তৈরি সেন্সরশিপ সফটওয়্যার পরীক্ষা করেছিল।Die größte Neuigkeit kam bei der wegweisenden Rede des neuen Präsidenten der tunesischen Internetagentur, in welcher er offenlegte, dass Tunesien geheime Tests von Zensursoftware für westliche Unternehmen durchführte [en].
9আরবী লিঙ্গুয়ার অন্যতম এক সম্পাদক মোহাম্মদ এলগোহারী।Mohamed ElGohary, Redakteur von Lingua Arabic.
10ছবি মোহাম্মদ আলা গুয়েদিচ -এর অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে)Foto von Mohamed Alâa Guedich (Nutzung mit Erlaubnis)
11আগামি তিনদিন কেবল আহ্বানের ভিত্তিতে ছোট ছোট আকারে কিছু কর্মশালা অনুষ্ঠিত হবে।Das Treffen wird an den nächsten drei Tagen in kleineren Workshops, zu denen eingeladen wird, fortgeführt.
12অংশগ্রহণকারীরা এই সব আলোচনার বিষয়ে #এবি১১হ্যাশট্যাগ ব্যবহার করে বিভিন্ন ভাষায় টুইট করবে।Die Teilnehmer twittern über die Diskussionen in zahlreichen Sprachen und nutzen den Hashtag #AB11, außerdem werden auf dem Konferenzblog weiterhin Artikel veröffentlicht.
13কাজেই আমাদের সাথে থাকুন।Also bleibt dran!
14২০০৯ সালে দ্বিতীয় আরব ব্লগার সম্মেলন বৈরুতে অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বাস করা হয় যে এই সম্মেলনের মধ্যে দিয়ে অনেক ব্লগার, ব্লগারদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা এবং আস্থা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল- এমন এক সম্পর্ক, যার মধ্যে দিয়ে আরব বিপ্লবের বসন্তের সময় পরস্পরের সাথে আরো সহজে সমন্বয় সাধন করা সম্ভব হয়েছে।Das 2. Treffen arabischer Blogger, wurde 2009 in Beirut abgehalten und viele Blogger nehmen an, dass es eine wichtige Rolle bei dem Aufbau persönlicher Verbindungen und Vertrauens zwischen den Bloggern in der Region gespielt hat - Verbindungen, die ihnen eine einfachere Koordination im arabischen Frühling ermöglichten.