# | ben | deu |
---|
1 | কলম্বিয়া: একটি প্রতিযোগীতা মাল্টিমিডিয়া নতুন নাগরিক সাংবাদিকের উদ্ভব ঘটাচ্ছে | Kolumbien: Wettbewerb für Bürgerjournalisten |
2 | অনলাইন টুলস এর মাধ্যমে অজানা কলম্বিয়াকে উপস্থাপন করতে পারলে হয়ত আপনিও যেতে পারবেন গুগলপ্লেক্সে, যদি আপনার কাজটি “বেস্ট টোল্ড প্লেস ইন কলম্বিয়া” প্রতিযোগীতায় সেরা নির্বাচিত হয়। এই লেখার প্রায় সব কটি লিন্কই আপনাকে হয়ত স্প্যানিশভাষী সাইটে নিয়ে যাবে যদি না অন্য কিছু উল্লেখ থাকে। | Wer einen besonderen Ort in Kolumbien mit verschiedenen Online-Tools beschreibt, könnte sich schon bald im Googleplex wiederfinden, zumindest wenn man den “Best told place in Columbia”-Wettbewerb gewinnt (die meisten Links in diesem Artikel werden auf spanische Websites verweisen). |
3 | কলম্বিয়ার সেমানা পাবলিকেশনস গুগল এর সাথে জাতীয়তা ভেদে সবার জন্যে উন্মুক্ত একটি প্রতিযোগীতার আয়োজন করেছে। | Semana Publications hat zusammen mit Google den Contest ins Leben gerufen. |
4 | এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্যে আপনি পৃথিবীর সবাইকে কলম্বিয়ার এমন একটি সুন্দর জায়গাকে উপস্থাপন করবেন যা হয়ত কম লোকেই জানে। | Jeder, unabhängig von seiner Nationalität, kann teilnehmen, indem er der Welt von einem ganz besonderen Ort in Kolumbien erzählt, den sonst kaum jemand wahrnehmen würde. |
5 | শর্ত হচ্ছে এই উপস্থাপনায় পিকাসা, ইউটিউব, গুগল ম্যাপস, গুগল আর্থ, স্কেচআপ, পেজ ক্রিয়েটর, অথবা প্যানোরামিও এই গুগল টুলগুলোর যে কোন দুটি ব্যবহার করতে হবে এবং সমস্ত গবেষণা ও উপস্থাপনা ব্লগারে হোস্ট করা একটি ব্লগে লিপিবদ্ধ করতে হবে। | Dabei müssen mindestens zwei Google-Tools verwendet werden - Picasa, YouTube, Google Maps, Google Earth, SketchUp, Page Creator oder Panoramio - um die Arbeit in einem blogger-Blog zu dokumentieren. |
6 | পুরস্কার ঘোষণার আগে বেশ কয়েকটি মনোনীত উপস্থাপনা সম্পর্কে বিচারকদের কাছে জানতে চাওয়া হবে। যে সমস্ত মানদণ্ড গুলো বিবেচনায় আনা হবে সেগুলো হচ্ছে বিষয়বস্তুর মান, প্রতিযোগী(দে)র উদ্ভাবন শক্তি, গল্পের প্রাসঙ্গিকতা, ব্যবহৃত টুলগুলোর সদ্ব্যব্হার, বিভিন্ন ওয়েব রিসোর্সের প্রয়োগ এবং পাঠকদের মতামত ও আগ্রহ। | Die Juroren beachten verschiedene Aspekte: Qualität des Inhalts, Kreativität, die Relevanz der Geschichte, die Entwicklung der Arbeit, die Verwendung der Tools, die Nutzung verschiedener Quellen im Netz und die Kommentare der User. |
7 | এই প্রতিযোগীতার বিস্তারিত নিয়মাবলী এবং তথ্য পাওয়া যাবে কলম্বিয়া অঁ এল মাপা ওয়েবসাইটে। | Alle Details gibt es bei Colombia En El Mapa [es]. |
8 | যদিও প্রতিযোগীতার পুরস্কার হচ্ছে ক্যালিফোর্নিয়ায় গুগল প্লেক্সে ভ্রমনের সুযোগ, বিজয়ী(রা) তাদের ব্যবহৃত টুলগুলোর নির্মাতাদের সাথে দেখা করারও সুযোগ পাবেন। | Einer der Preise ist ein Besuch im Googleplex in Kalifornien, wo der Gewinner die Entwickler der Tools treffen kann, die er genutzt hat. |
9 | আরও একটি সুন্দর প্রস্তাব রয়েছে উদ্যোক্তাদের কাছে। | Es wurde berücksichtigt, wie schwierig es für Kolumbianer und viel andere ist, ein US-Visum zu bekommen. |
10 | যদি কোন কারনে কলম্বিয়ান (বা বিশ্বের যে কোন স্থানের) বিজয়ী আমেরিকার ভিসা পেতে ব্যর্থ হয় তাহলে তাকে বা তাদেরকে আর্জেন্টিনার গুগল অফিসে নিয়ে যাওয়া হবে। | Der Gewinner kann alternativ einen Besuch im Google-Büro in Argentinien gewinnen, denn für eine Reise nach Argentinien brauchen Kolumbianer kein Visum. |
11 | আর্জেন্টিনায় ভিসা পাওয়া অনেক সহজ বিশেষ করে কলম্বিয়ানদের তো ভিসাই লাগে না। কলম্বিয়া: এখানে আসতে একমাত্র ভয় হয়ত এখানে থেকে যেতে ইচ্ছা করবে | Colombia, the only risk is wanting to stay Foto von *L*u*z*a* |
12 | ছবি: লুজার সৌজন্যে | Die Anmeldung läuft vom 31. |
13 | যদিও ওয়েবসাইটটি জানিয়েছে যে ভোটদান চলবে ৩১শে মার্চ থেকে ৬ মে পর্যন্ত আপনারা এখন থেকেই প্রতিযোগীদের কাজ দেখতে পারবেন (৭০টির মত) এবং ভোট প্রদান করতে পারবেন। | März bis zum 6. Mai, aber bereits jetzt kann man teilnehmende Blogs (derzeit etwa 70) lesen und bewerten. |
14 | একটি উপস্থাপনা আমার বেশ ভাল লেগেছে যার নাম হচ্ছে চোকোআন্ডো। | Besonders hat mir unter anderem Chocoando gefallen. |
15 | এর লেখক হোসে আলেয়ান্দ্রো গন্জালেজ ভার্গাস, ইউটিউবে যিনি বার্সেলোম্বিয়া নামে পরিচিত, হৃদয় দিয়ে উপকূলীয় প্রদেশ চোকোর জীবনযাত্রা তুলে ধরার কাজটি করেছেন। | Der Autor José Alejandro González Vargas, bei YouTube bekannt als barcelombia nimmt die Aufgabe ernst und beschreibt sein Leben in der Küstenprovinz Chocó. |
16 | তার ব্লগ নাটিভোস (যা অর্ধেক দিনপন্জী, অর্ধেক ভ্রমনকাহিনী) এ সেখানকার বিভিন্ন গল্প বলেছেন তিনি, ভিডিওতে নানা লোকের সাক্ষাৎকার নিয়েছেন, চোকো প্রদেশের স্থানীয়দের সাথে কথা বলেছেন এবং তার বিভিন্ন অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। | In seinem Blog Nativos, erzählt er - halb dokumentarisch, halb als Reisebericht - die Geschichten nach, zeigt Videos von Interviews, spricht mit Einheimischen und zeichnet seine Erlebnisse bei seinen Besuchen auf. |
17 | চোকোর স্থানীয় প্রশাসন শুধুমাত্র কেন্দ্রীয় সরকার দ্বারাই অবহেলিত নয়, সশস্ত্র সন্ত্রাস, বন্যা, খরা, এবং স্থানীয় আদিবাসী ও আফ্রিকান জনসংখ্যার দারিদ্রতা দ্বারা জর্জরিত। | Chocó musste nicht nur unter der eigenen Regierung leiden, sondern auch unter Waffengewalt, Flutkatastrophen, Dürren und Hungersnöte unter den Ureinwohnern und den afrikanisch-stämmigen Gruppen. |
18 | উইকিপিডিয়ায় বর্ণিত আছে: “যদিও চোকোর ভূ বৈচিত্র বেশ উল্লেখযোগ্য; অনন্য ইকোসিস্টেম এবং প্রাকৃতিক সম্পদ থাকা সত্বেও কলম্বিয়ার এই অন্চলে জীবন যাত্রার মান খুব খারাপ।” | Wie es die Wikipedia schreibt: “Ungeachtet der unfassbar vielseitigen Geografie des Landes, des einzigartigen Ökosystems und unerschöpften Ressourcen ist Chocó einer der Bezirke Kolumbiens mit den schlechtesten Lebensbedingungen.” |
19 | তিনি চোকোর অন্যান্য ধনাত্মক বিষয় নিয়ে আলাপ করেছেন, এর প্রাকৃতিক সৌন্দর্য, উল্লেখযোগ্য স্থান, মানুষ ও অন্যান্য বিভিন্ন গল্প নিয়ে। | Der Blogger zeigt eine andere Seite von Chocó, die Szenerie, die Orte, die Geschichten, die Menschen. |
20 | নিন্মের ভিডওতে চোকোর প্রাকৃতিক সৌন্দর্য এবং এর অধিবাসীদের দেখানো হয়েছে যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত থেকেও হাসতে ভুলে না। | Das folgende Video zeigt und die wunderschöne Landschaft und die Gesichter der Menschen, die trotz aller Nöte ihr Lächeln nicht verlieren. |
21 | এটির শিরোনাম উরীব, কাস্তানো, মারুলান্ডা, বুশ এবং এটি কলম্বিয়ার নীতি নির্ধারকদের কাছে একটি আবেদন প্রচার করছে যে এই অন্চলের লোকদের ঠিক মত দেখভাল যেন তারা করে। | Es ruftdie Verantwortungsträger auf, sich um die Menschen in Chocó zu kümmern. |
22 | এবং অবশ্যই বার্সেলোম্বিয়ার ইউটিউব চ্যানেল দেখতে ভুলবেন না যেখানে নিন্মেরটি ছাড়াও অন্যান্য ভিডিও রয়েছে যা কলম্বিয়া জুড়ে তোলা হয়েছে। | In barcelombias YouTube-Channel gibt es noch mehr Videoaufnahmen aus Kolumbien. |
23 | আরেকটি প্রতিযোগী ব্লগ হচ্ছে ভিক্টর সোলানোর ব্লগ যা রাইজিং ভয়েসেসের অনুদান প্রাপ্ত একটি প্রকল্প সান জাভিয়ের লা লোমা, মেডেলিনের হাইপারবাররিও নিয়ে লিখেছে। | Auch Victor Solano nimmt teil und erzählt die Geschichte eines Rising Voices Projektes: Hiperbarrio aus La Loma de San Javier in Medellín, Kolumbien. |
24 | তার লেখার নাম হচ্ছে ‘লা লোমা তোকা এল সিয়েলো' যার মানে হচ্ছে ‘লা লোমা আকাশ ছুঁয়ে যাচ্ছে'। | Der Artikel heißt La Loma toca el cielo - La Loma berührt den Himmel. |
25 | আপনারা প্রতিযোগীতার সমস্ত লেখা এখানে দেখতে পাবেন এবং তাদের ভোট দিতে পারবেন। | Hier gibt es sämtliche Beiträge zu sehen. |