# | ben | deu |
---|
1 | কেন সৌদি আরবের ছেলেরা হাতে নেল পালিশ লাগাচ্ছে? | Saudi-Arabien: Warum lackieren sich Jungs ihre Nägel? |
2 | অপরূপ বাবার সাথে বাইরে ভ্রমণ! | Draußen mit dem hübschen Vater! |
3 | টুইটারে ছবিটি প্রদর্শন করেছে @নাদাফরহাত | Geteilt von @NadaFarahaat auf Twitter |
4 | সৌদি আরবের পুরুষেরা তাদের নখ পালিশ করছে- ছবির মাধ্যমে তারা তাদের লোমশ পা দেখাচ্ছে, যা কিনা আরববিশ্বে হাস্যরোল-এর সৃষ্টি করে। | Saudi-arabische Jungs lackieren ihre Nägel - und zeigen ihre behaarten Beine auf Fotos, die in der arabischen Welt allgemeines Gelächter hervorrufen. |
5 | আর এটা ছিল টুইটারের হ্যাশট্যাগের একটি অংশ, অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় যে ভাবে একটি মেয়ে ছবি তোলে, সেভাবে নিজের ছবি তুলুন। | Dies gehört alles zu einem Hashtag auf Twitter, der übersetzt werden kann mit Mache ein Foto von dir, wie es ein Mädchen machen würde [ar]. |
6 | সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি প্রদর্শন করে, ছেলেরা মেয়েদের খুঁচিয়ে মজা নিচ্ছে-মেয়েরা যে সমস্ত জুতা পরে, যে নেইল পালিশ তারা হাতে দেয়, যে কফির কাপে তারা চুমুক প্রদান করে এবং মেয়েরা নিজেদের মধ্যে যে সমস্ত উপহার বিনিময় করে। | Die Jungs machen sich damit über die Fotos lustig, die Mädchen über soziale Medien teilen - von den Schuhen, die sie anhaben, dem Nagellack, den sie auftragen, dem Kaffee, den sie schlürfen und den Geschenken, die sie untereinander austauschen. |
7 | একটি পুরুষের ছবি, যে তার লাল রঙ করা নখ প্রদর্শন করছে, যখন কফির কাপে চুমুক দিচ্ছে, তা সব জায়গায় ছড়িয়ে পড়েছে: | Dieses Foto eines Mannes, das seine rotlackierten Nägel zeigt während er Kaffee nippt, hat seine Runde gemacht: |
8 | নিজেদের নারীদের সাজের ছবি তুলে সৌদি নাগরিকরা নারীদের নিয়ে মজা করছে | Saudi-Araber machen sich über Frauen lustig indem sie sich selbst fotografieren |
9 | অন্যরা, যেমন রাকান আল হামদান, মেয়েরা যে ভাবে দেখায়, সেভাবে নিজেদের জুতা প্রদর্শন করছে: | Andere wie Rakan al-Hamdan präsentieren ihre Schuhe - wie es Mädchen machen: |
10 | মেয়েদের সাথে। pic.twitter.com/IfAA9fSrq7 | Mit den Mädels… |
11 | আরেকজন বালক, নিজের প্রিয় পানীয়ের সাথে নিজের পেডিকিউর করা নখ প্রদর্শন করছে: | Ein anderer Junge stellt seine “pedikürten” Nägel zur Schau - samt seines Lieblingsgetränks: |
12 | আমার সেরা পানীয়। pic.twitter.com/J5YMV2dtQP | Mein liebstes Getränk |
13 | পায়ে এভাবে নেল পালিশ করা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। | Die pedikürten Nägel sorgen für Wirbel. |
14 | আহমেদ বিস্মিত: | Ahmed fragt sich: |
15 | এমনকি আমি জিজ্ঞেস করব না, কেন এতগুলো পুরুষ হাতে পায়ে নেল পালিশ লাগাল। | Ich frag besser nicht, warum so viele Typen Zugriff auf Maniküre haben. |
16 | এবং আসিল নামের মেয়েটি তার আপত্তি তুলে ধরেছে: | Und Aseel erhebt Einspruch: |
17 | সত্যি? | Ernsthaft? |
18 | কেবল মেয়েদের নিয়ে মজা করার জন্য ছেলেরা তাদের নখে নেল পালিশ দিচ্ছে!! | Typen tragen Nagellack auf, nur um sich über Mädchen lustig zu machen!! |
19 | এখন আর কোন পুরুষত্ব অবশিষ্ট নেই। | Es gibt keine Männlichkeit mehr. |