# | ben | deu |
---|
1 | জাপানে রেলগাড়িতে ভুলে ফেলে যাওয়া আজব বস্তু যতো | Schräg: Vergessene Gegenstände in den Zügen Japans |
2 | আজব সব কারণে জাপানিরা রেলগাড়িতে নিজেদের ব্যবহার্য জিনিসপত্র ফেলে যান। | Manchmal werden persönliche Gegenstände in den Zügen Japans aus ominösen Gründen vergessen. |
3 | ছবি তুলেছেন নেভিন থম্পসন। | Foto von Nevin Thompson. |
4 | প্রতিদিন রেলগাড়িতে যাতায়াত করেন এমন জাপানিজের সংখ্যা অনেক। গুনে শেষ করা যাবে না। | Für die unzähligen Benutzer der zahlreichen Pendlerlinien Japans ist es alltäglich, ab und zu etwas im Zug zu vergessen. |
5 | কিন্তু প্রতিদিনই তাদের মধ্যে থেকে অনেকেই রেলগাড়ির ভিতরে এমন সব জিনিসপত্র ফেলে যান, যা হাস্যরসের উদ্রেক করে। | Aber ein neuer Trend, der sich schlagartig in den sozialen Netzwerken Japans verbreitet hat, zeigt Bilder von etwas interessanteren Objekten, als die sonst üblichen alltäglich vergessenen Dinge. |
6 | সম্প্রতি ফেলে যাওয়া এই হাস্যরস উদ্রেককারী জিনিসপগুলো জাপানি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাবে আলোচিত হচ্ছে। | |
7 | রেলগাড়িতে কি একটা টমেটো দেখা যাচ্ছে?! | Eine Tomate im Zug?! |
8 | জাপানের সংকলন ওয়েবসাইট হিসেবে পরিচিত মাতোমি নাভারের ব্যবহারকারী সান্ত আকা সান টুইটার থেকে ছবি নিয়ে এই হাস্যরস উদ্রেককারী জিনিসপগুলোর একটি তালিকা তৈরি করেছেন। | Der Nutzer 三頭赤sun (Santo Aka Sun) von der Internetseite ‘Matome Naver' stellte eine Liste kurioser Objekte zusammen, die von Twitter-Nutzern in den Zugwagons gefunden wurden. |
9 | ছবিগুলো দেখে হাসি পেলেও কিছু কিছু সময় আপনার কাছে জটিল মনে হতে পারে। | Die dort vorkommenden Objekte können unerwartet komisch, aber manchmal auch ziemlich verblüffend sein. |
10 | সানের পোস্টটি ইতোমধ্যে ৮ লাখ ২০ হাজার বার দেখা হয়েছে। | Der Thread hat mehr als 820.000 Views und wurde über 300 mal favorisiert. |
11 | তিনশ' জনের বেশি মানুষের কাছে এটি প্রিয় পোস্ট হিসেবে বিবেচিত হয়েছে। | |
12 | ভুলে যাওয়া এইসব জিনিসপত্র বিষয়ে সান্ত আকা সান বলেছেন: | Santo Aka Sun sagt über die vergessenen Objekte: |
13 | রেলগাড়ির ভিতরে আজব ঘটনা ঘটতেই পারে। | Unerwartete Dinge passieren in den Zügen. |
14 | ভুলে ফেলে যাওয়া জিনিসপত্র এর বাইরে নয়। | Da sind vergessene Sachen keine Ausnahme. |
15 | সান্ত আকা সানের লেখায় যেসব ছবি ব্যবহৃত হয়েছে, তার কয়েকটির শিরোনাম “রহস্যময়” দেয়া যেতে পারে। | Einige der Objekte, die in Santo Aka Suns Thread vorkommen, verdienen wirklich die Bezeichnung “mysteriös”. |
16 | ব্যবহারকারীরা ভেবে পান না মানুষজন কেমন করে এসব জিনিস ভুলে রেলগাড়িতে ফেলে আসতে পারে: ছাতার একটা অংশ। | Die Nutzer machen sich Gedanken darüber, wie so etwas überhaupt im Zug vergessen werden konnte: |
17 | কেউ একজন ভুলে ফেলে গেছে। আমি ভেবে পাই না, এটা কীভাবে সম্ভব হয়েছে। | Ein Teil eines Schirms wurde im Zug vergessen… Ich frag mich, wie das passieren konnte. |
18 | ফেলে রেখে যাওয়া অন্যান্য জিনিসপত্র নিয়েও অনেকেই বিস্মিত হয়েছেন: | Weitere Objekte lassen die Nutzer an das Wieso und Wie denken: |
19 | আপনি উল্লেখ করে দিন যে, অন্য কোনো দিন কেউ একজন… রেলগাড়ির ভিতরে ভুলে ফেলে গেছে… ? | Jetzt wo du es erwähnst, neulich muss jemand… das im Zug vergessen haben…? |
20 | কিন্তু এটা এমন একটা জিনিস যেটা আপনার ভুলে যাওয়ার কথা নয়। | Aber das ist doch nichts, was man einfach vergisst! |
21 | এইটার সাথে কী ঘটেছিল? (´△`) | Was war da los? (´△`) |
22 | রেলগাড়িতে বসে মেয়েদের সাজগোজ করা খুব স্বাভাবিক একটা ব্যাপার। | Es ist nichts außergewöhnliches, wenn sich Frauen im Zug schminken und man dann etwas vergisst: |
23 | কিন্তু তাদের সাজগোজের ব্যক্তিগত কোনো জিনিস রেলগাড়িতে ফেলে যায়, তখন কী ঘটে দেখুন: | |
24 | এটা দেখতে নকল আইল্যাসের মতো। | Sieht aus, als ob eine falsche Wimper runtergefallen ist. |
25 | রেলগাড়িতে পড়ে আছে। | Jemand hat das verloren…. |
26 | কেউ একজন ফেলে গেছে… A photo posted by Akira Takagi (@akiratakagi) on Apr 5, 2014 at 7:42pm PDT | A photo posted by Akira Takagi (@akiratakagi) on Apr 5, 2014 at 7:42pm PDT |
27 | এটা দিয়ে মেক-আপ নেয় না? | Ist das nicht zum Schminken? |
28 | কিছু কিছু সময় কেউ কেউ রেলগাড়িতে এমন সব জিনিস ফেলে যান, যা সবার নজরে পড়ে: | Manchmal kann man die vergessenen Objekte einfach nicht übersehen: |
29 | কেউ একজন রেলগাড়িতে বনসাই চারা ফেলে গেছেন, হা হা হা…। এটা দেখতে অদ্ভুত লাগছে। | Jemand hat doch tatsächlich einen Bonsaibaum im Zug vergessen, hahaha… Das sieht so seltsam aus, dass sich niemand in die Nähe setzen will. |
30 | কেউ এটার কাছাকাছি সিটে বসতে চাইছেন না। | Wir sind in Shinagawa und es ist Endstation. |
31 | আমরা সিনাগাওয়াতে আছি। এটাই শেষ স্টেশন। | Der Schaffner schien wirklich verängstigt zu sein und sagte “Waaaaaaas?” |
32 | রেলগাড়ির কন্ডাক্টরকে দেখে মনে হলো, সে সত্যি সত্যি আহত হয়েছে। | Jemand ist für einen richtigen Krimi verantwortlich, weil er das (Teekessel) im Zug liegen lassen hat. |
33 | সে শুধু বলতে পারলো, হাহ্? | Wer und Wieso? |
34 | চায়ের কেটলি ফেলে গিয়ে কেউ একজন সত্যি সত্যি রহস্যময় ঘটনার জন্ম দিলেন। | Twitter Nutzer schrieben auch über das Finden von wertvollen Gegenständen und die Rückgabe dieser an ihre rechtmäßigen Besitzer: |
35 | তিনি কে, কেন চায়ের কেটলি ফেলে গেলেন? | Heute Morgen habe ich diese zwei Gegenstände im Zug gefunden. |
36 | একজন টুইটার ব্যবহারকারী রেলে কুড়িয়ে পাওয়া একটি জিনিসের ছবি পোস্ট করেছেন, যাতে আসল মালিকের কাছে এটা ফিরিয়ে দেয়া যায়: | |
37 | আজকে সকালে আমি এই দু'টি জিনিস কুড়িয়ে পেয়েছি। কেউ একজন ভুলে রেলে ফেলে গিয়েছিলেন। | Und weil ich ein braver Mensch bin, habe ich sie dem Bahnhofsschaffner übergeben. |
38 | আমি খুব ভালো ছেলে। আমি স্টেশনের একজন কর্মীর কাছে রেখে এসেছি। | Zu guter Letzt gaben einige Nutzer Ratschläge, was zu tun sei, wenn man etwas im Zug vergisst: |
39 | যারা রেলগাড়িতে জিনিসপত্র ভুলে ফেলে যান, তাদের উদ্দেশ্য ব্যবহারকারীরা পরামর্শ দিয়েছেন: | Wenn du etwas im Zug vergisst: Sollte dir auffallen, dass du etwas vergessen hast, steige sofort (wieder) in den Zug ein. |
40 | যখন আপনি রেলগাড়িতে জিনিসপত্র ফেলে যাবেন: যখনই মনে হবে আপনি কোনো কিছু রেলগাড়িতে ফেলে এসেছেন, তখনই রেলগাড়িতে ফিরে আসুন। | |
41 | রেলগাড়িতে যখন উঠবেন, যদি পারেন গাড়ি বা বগির নম্বরটা টুকে নিন। নম্বর খুঁজে পাবেন গাড়ির একদম পিছনের দিকে। | Im Zugwagon solltest du dir dann die Nummer (3 bis 4 Nummern und Buchstaben), die am Ende des Wagons steht, aufschreiben. |