# | ben | deu |
---|
1 | পশ্চিমা বিশ্ব জাপানকে কোন চোখে দেখে পুরোনো ছবিতে তা উঠে এলো | Alte Fotos veranschaulichen die Sichtweise des Westens auf Japan |
2 | জাপান। | Japan, ungefähr 1886. |
3 | আনুমানিক ১৮৮৬ সাল। | Quelle: Flickr-Nutzer yves Tennevin, Lizenz im öffentlichen Besitz. |
4 | ছবি নেয়া হয়েছে ফ্লিকার ব্যবহারকারী ইউভেস তিনেভিনের সৌজন্যে পাবলিক ডেমোইন থেকে। | |
5 | ফ্লিকার ব্যবহারকারী ইউভেস তিনেভিন উনিশ শতকের জাপানের কিছু হ্যান্ড-কালার (সাদা-কালো ছবিতে রং ব্যবহার করা) ছবি আপলোড করেছেন। | |
6 | ওই ছবিগুলো এমন একটা সময়ের যখন পৃথিবীর কাছে জাপান তার দরজা উন্মুক্ত করে দিয়েছিল। | |
7 | ধারনা করা হয় ইতালির চিত্রগ্রাহক অ্যাডলফ ফারসারি ১৮৮০ সালের শেষের দিকে ছবিগুলো তুলেছিলেন। ছবিগুলো পাবলিক ডোমেইনের আওতায় উন্মুক্ত করে দেয়া হয়েছে। | Der Flickr-Nutzer yves Tennevin hat einige faszinierende handbemalte Fotografien vom Japan des 19. Jahrhunderts entdeckt und hochgeladen, die das Land zu einer Zeit zeigen, kurz nachdem es seine Türen für den Rest der Welt geöffnet hatte. |
8 | বেশিরভাগ ছবিই হাতে রং করা। উনিশ শতকের শেষের দিকে ফারসারি যখন জাপানে গিয়েছিলেন, সে সময়ে এটি খুব সাধারণ একটি ব্যাপার ছিল। | Die Fotos sind alle frei aufrufbar, da sie sich im öffentlichen Besitz befinden, und wurden vermutlich von dem gebürtigen Italiener und Fotografen Adolfo Farsari in den späten 1880er Jahren in Japan aufgenommen. |
9 | ছবি থেকে মনে হয় ফারসারি জাপানের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সফর করেছিলেন। এবং তিনি সামনে যা পেয়েছেন, সেটারই ছবি তুলেছেন। | Viele seiner Drucke sind handbemalt: ein Verfahren, das in Japan im späten 19. Jahrhundert weit verbreitet war, als Farsari dort auf Reisen war. |
10 | এটা স্পষ্ট যে, ফারসারি তার বেশিরভাগ ছবিতেই মডেল ব্যবহার করেছেন। | Seinen Fotos nach zu urteilen reiste Farsari kreuz und quer durch Japan und dokumentierte so gut wie alles, was ihm begegnete. |
11 | তার মানে দাঁড়ায় তিনি জাপানকে ঠিকঠাকভাবে উপস্থাপন করেননি। | Japan, ungefähr 1886. Quelle: Flickr-Nutzer yves Tennevin, Lizenz im öffentlichen Besitz. |
12 | এর ফলে সদ্য দরজা খুলে দেয়া দেশটির আসল চিত্র সম্পর্কে বাইরের মানুষের উপলদ্ধিতে তিনি তেমন অবদান রাখতে পারেননি। | |
13 | দুর্ভাগ্য যে, ফারসারির সব ছবিতে ক্যাপশন দেয়া নেই। | Es ist recht offensichtlich, dass die meisten von Farsaris Fotos gestellt waren. |
14 | তাই ছবিগুলো কোথায় তোলা হয়েছে তা সঠিকভাবে বলা কঠিন। এই ছবি দেখে বলা মুশকিল, জাপানিরা বাগানের ভিতরে কতটা আনন্দের সাথে সময় কাটায়। | Das bedeutet, dass seine Darstellung Japans nicht unbedingt immer realitätsnah war und somit zu der Sichtweise der Außenwelt auf das gerade neugeöffnete Land beigetragen haben mag, anstatt zu zeigen wie Japan sich selbst sah. |
15 | আবার হতেও পারে ফারসারি যাওয়ার পথে তাদের এভাবে দাঁড় করিয়ে ছবি তুলেছেন। | |
16 | খুব সম্ভবত এই ছবিটা ইয়াকোহামা'র। ৩০ বছর আগে নেয়া ছবিতেও ইয়াকোহামা'য় এরকম জেলে পল্লী দেখা গেছে। | Leider haben nicht alle von Farsaris Drucken einen Titel, weswegen es schwer festzulegen ist, wo diese Fotos aufgenommen wurden. |
17 | কিছু ছবি দেখে মনে হয় ফারসারি প্রত্যন্ত অঞ্চলে সফর করেছিলেন। শহরের বাইরের দৈনন্দিন জীবন কেমন ছিল সম্ভবত সেটাই তুলে ধরতে চেয়েছেন। | Es ist schwer zu sagen, ob japanische Männer und Frauen ihren Garten wirklich auf solche Weise genossen haben oder, ob dies einfach die Posen waren, die Farsari für das Foto von ihnen verlangte. |
18 | দেখে মনে হচ্ছে তারা জেলে। | Dieses Foto zeigt möglicherweise Yokohama. |
19 | ফারসারিকে দেখাচ্ছেন তারা কীভাবে নৌকা পানিতে নামান। | Nur 30 Jahre bevor diese Foto aufgenommen wurde, war Yokohama ein ruhiges Fischerdorf. |
20 | ফারসারি'র অনেক ছবিতেই জাপানের সর্বজনীন দৃশ্য উঠে এসেছে। | Farsaris Reisen führten ihn auch in entlegenere Ecken des Landes, wo er die Gelegenheit bekam das alltägliche Leben der Menschen außerhalb der Städte festzuhalten. |
21 | ফারসারি'র আরো অনেক ছবিই অনলাইনের পাশাপাশি বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। | Dieses Bild zeigt aller Wahrscheinlichkeit nach einheimische Fischer, die für Farsari posieren und zeigen wie sie ihre Boote zu Wasser lassen. |
22 | কিছু আছে নাগাসাকি পাঠাগারের সংগ্রহশালায়। | Viele von Farsaris Bildern zeigen allgegenwärtige Symbole Japans. |
23 | সেখানকার ছবিগুলোর সাথে বিস্তারিতভাবে ক্যাপশনও দেয়া আছে। | Eine größere Auswahl von Farsaris Fotos ist außerdem an unterschiedlichen Stellen im Internet zu finden. |
24 | ফলে ছবিগুলো কোথায় তোলা হয়েছে, সেটার হদিস জানা গেছে। | Die Bilderkollektion der Nagasaki Bibliothek verfügt über anschauliche Titel, die beschreiben wo die Fotos aufgenommen wurden. |
25 | এই পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে পুরোনো জাপানের এই ছবিগুলোও দেখতে পারেন। | |
26 | এগুলোও একই সময়ে তোলা। আর এ ছবিগুলো তুলেছেন জাপানিজ চিত্রগ্রাহক তি. | Falls euch diese Bilder gefallen haben, interessiert euch vielleicht auch diese Sammlung alter japanischer Fotos aus derselben Ära, die von dem japanischen Fotografen T. |
27 | ইনামি। | Enami gemacht wurden. |