Sentence alignment for gv-ben-20121118-33013.xml (html) - gv-deu-20121118-13019.xml (html)

#bendeu
1ইজরায়েল কী গাজায় স্থল আক্রমণের পরিকল্পনা করছে?Plant Israel eine Bodeninvasion in Gaza?
2একটি ইজরায়েলী স্থল আগ্রাসনের সম্ভাবনার খবর বেরুনোর পর গাজার অধিবাসীরা টানা গোলাবর্ষণের আরো এক দিন নিজেদের আটকে রেখেছে।Bewohner des Gazastreifens bereiteten sich auf einen weiteren Tag unter andauerndem Beschuss vor, als sich die Meldung von einer möglichen israelischen Bodeninvasion verbreitete.
3যে কারণে ইজরায়েল এবং গাজার মধ্যে সর্বশেষ দফা যুদ্ধ উদ্দীপ্ত হয়েছে তার সংক্ষিপ্ত সংস্করণটি হলো বুধবার ইজরায়েল গাজায় একটি বিমান হামলা করে হামাসের সামরিক নেতা আহমেদ আল-জাবারীকে হত্যা করার পর থেকে ইজরায়েল এবং গাজার মধ্যে এখনো পর্যন্ত চলমান গোলাগুলি বিনিময়।Kurz zusammengefasst sind die Kämpfe wieder aufgeflammt, weil Israel und Gaza - auch in diesem Moment - aufeinander schießen, nachdem Israel den Militärführer der Hamas Ahmed Al-Jabari bei einem Luftangriff auf Gaza am Mittwoch getötet hatte.
4গাজা থেকে পাওয়া খবর:Neuigkeiten aus Gaza:
5গতকালের মতোই গাজার ফিলিস্তিনি ব্লগাররা সারাদিন সামাজিক মিডিয়ায় অনুসরণকারীদের আপডেট জানিয়েছেন।Wie gestern wurden Follower von palästinensischen Bloggern die ganze Zeit auf sozialen Medien über den neuesten Stand informiert.
6গাজা থেকে রানা টুইট করেছেন:Aus Gaza twitterte Rana:
7@রানাগাজা: আবার বিমান হামলা।@RanaGaza: Wieder Luftangriffe.
8এবার সেগুলো. বজ্রধ্বনির মতো শোনা গেলো।Diesmal klingen sie wie Donner.
9#গাজা#Gaza
10গাজা থেকে ব্রিটেনের অধিবাসী সাংবাদিক হ্যারি ফিয়ার রিপোর্ট করেছেন:Der britische Journalist Harry Fear, der sich gerade in Gaza aufhält, berichtet:
11@হ্যারীফিয়ার: আমি প্রেস টিভিতে অনুষ্ঠান চালানোর সময় ১বার স্টুডিওর দরজা কাঁপিয়ে খুলে ফেলা সহ গাজা শহরের উপর চারবার হামলা হয়েছে।@harryfear: Vier Treffer in Gaza Stadt während ich bei Press TV auf Sendung war, einer davon drückte die Tür zum Studio auf.
12এবং এখন গাজায় অবস্থানরত এজেন্সে ফ্রান্স প্রেস (এএফপি) প্রতিবেদক সারা হুসেইন টুইট করেছেন:Und Sara Hussein, eine Agence France Press Reporterin in Gaza, twittert:
13@সারাহুসেইন: কোথায় নিরাপদ সে সম্পর্কে #গাজায় কথোপকথন শুনছিলাম।@harryfear: Verfolge Gespräche in Gaza darüber, wo es sicher ist.
14জনগণ নিশ্চিত নয় কোথায় যেতে হবে।Die Leute wissen nicht wo sie hingehen sollen.
15ছেড়ে যেতে পারছি না+ আশ্রয় নেই।Sie können nicht fliehen und haben keine Schutzbunker.
16#ইজরায়েল #ফিলিস্তিনি#Israel #Palestinians
17ঘটনাস্থলে তার চারপাশে বিস্ফোরণের শব্দ শুনে শুনে রিপোর্টগুলো করার কারণে তার বর্ণনা অনুমান নির্ভর।Vor Ort berichtet sie auf vorwegnehmende Weise, wenn sie Bombenexplosionen in der Umgebung hört.
18এখানে তার কিছু কিছু টুইট প্রদত্ত হলো:Hier sind einige ihrer Tweets:
19@সারাহুসেইন: আমি #গাজা শহরের একটি বাড়িতে একজন পাঁচ বছর বয়েসী, একজন গর্ভবতী মহিলা, তার স্বামী, ভাইয়ের সঙ্গে আছি।@sarahussein: Ich bin in einem Haus in #Gaza City, mit einem Fünfjährigen, einer Schwangeren, ihrem Mann und ihrem Bruder.
20সর্বশেষ আসা পাঁচটি বিষ্ফোরণ ঘরটিকে কাঁপিয়ে দিয়েছে।Die letzten fünf Explosionen erschütterten das Zimmer.
21@সারাহুসেইন: সর্বশেষ বিস্ফোরণটি খুব কাছেই (ঘটেছে),সবকিছু কাঁপিয়ে দিয়েছে, কাঁচ ভেঙ্গে গিয়েছে।@sarahussein: Die letzte Explosion war sehr nah, alles hat gewackelt, Glas ist kaputtgegangen.
22@এএফপিরঋপোর্টারের মেয়ে কাঁদতে শুরু করেছে।Die Tochter des @AFP Reporters fing an zu weinen.
23এখন আবার মি. বিনের ভিডিও দেখে খলখলিয়ে হাসছে #গাজাJetzt kichert sie mit Mr Bean im Video #Gaza
24@সারাহুসেইন: এখন #গাজা শহর থেকে যা যাচ্ছে বা আসছে বলে মনে হচ্ছে সবই শুনতে পাচ্ছি বলে মনে হচ্ছে #ইজরায়েল #ফিলিস্তিনি@sarahussein: So wie es klingt gibt es hier in #Gaza City gerade beides: Einschläge und Abschüsse #Israel #Palestinians
25মৃতের সংখ্যা:Zahl der Todesopfer:
26ইজরায়েলী সাংবাদিক জোসেফ ডানার ভাষ্যমতে ফিলিস্তিনি মৃতের সংখ্যা কমপক্ষে ২৯জনে উন্নীত হয়েছে।Dem isrealischen Journalisten Joseph Dana zufolge ist die Zahl der palästinensischen Toten auf 29 gestiegen.
27তিনি টুইট করেছেন:Er twittert:
28@ইবনেজরা: অপারেশন মেঘের মিনার শুরুর পর থেকে গাজায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা অন্ততঃ ২৯ জনে উন্নীত হয়েছে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে@ibnezra: Es gibt Berichte, dass die Zahl der palästinensichen Todesopfer seit dem Beginn der Operation Wolkensäule auf mindestens 29 gestiegen ist.
29বিলাল রান্দেরী হতাহতগুলো নিচের মতো করে বন্টন করেছেন:Bilal Randeree schlüsselt die Opferzahlen wie folgt auf:
30@বিলালআর: #গাজা/ #ইজরায়েল আপডেট: বুধবার থেকে ৭জন শিশুসহ ২৭জন ফিলিস্তিনি - এবং ৩জন ইজরায়েলী নিহত।@bilalr: #Gaza #Israel Update: 27 Palästinenser - darunter 7 Kinder - und 3 Isrealis seit Mittwoch getötet.
31মাধ্যম/ @বিবিসিব্রেকিংv/ @BBCBreaking
32তারপরে কী?Was passiert als Nächstes?
33আয়াদ এল-বাগদাদী বলেছেন:Iyad El-Baghdadi sagt:
34@আয়াদ_এলবাগদাদী: বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে #ইজরায়েল একটি স্থল আক্রমণের একটি পদক্ষেপ হিসেবে #গাজা অভিমুখী কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়েছে।@iyad_elbaghdadi: Es gibt Berichte, dass Israel mehrere Straßen nach #Gaza gesperrt hat, dies wird als Schritt in Richtung einer Bodeninvasion gesehen.
35ডানা ব্যাখ্যা করেছেন:Dana erklärt:
36@ইবনেজরা: কেবলি @এমিলি _বুজা'র সঙ্গে কথা বলেছি।@ibnezra: Habe gerade mit @emilie_baujard in Gaza gesprochen.
37তিনি বলেছেন যে সাংবাদিকরা উদ্বিগ্ন, শীঘ্রই তারা ইজরায়েলী স্থল আক্রমণের আশংকা করছেন।Sie sagt die Journalisten wären nervös, da sie eine baldige israelische Bodeninvasion befürchten würden.
38তিনি যোগ করেছেন:Er fügt hinzu:
39@ইবনেজরা: একটি বৃহৎ সামরিক অভিযানের পরিকল্পনা করা না হলে আপনি বেসামরিক রাস্তা-ঘাট বন্ধ করেন না।@ibnezra: Man sperrt keine Straße, wenn man nicht eine großangelegte militärische Operation plant.
40#গাজা #ইজরায়েল#Gaza #Israel
41রেডিও ফ্রান্সের সংবাদদাতা এমিলি বুজা টুইট করেছেন:Emilie Baujard, Korrespondentin von Radio France für den Mittleren Osten, twittert:
42@এমিলি _বুজা: #গাজা'তে বিষয়গুলো উন্মত্ত হয়ে উঠছে।@emilie_baujard: Die Situation in #gaza wird verrückt.
43প্রত্যেকেই একটি স্থল অভিযান আশা করছে।Alle erwarten eine baldige Bodeninvasion.
44গাজার কেন্দ্রস্থল এবং সমুদ্র সৈকত থেকে রকেট ছোঁড়া হচ্ছেAus dem Zentrum von Gaza und vom Strand werden Raketen abgefeuert
45এবং ইজরায়েলী এলিজাবেথ সুরকভ উল্লেখ করেছেন:Und die Israelin Elizabeth Tsurkov schreibt:
46@এলিজরায়েল: ইজরায়েলী মন্ত্রিসভা ৭৫,০০০ সংরক্ষিত সৈন্যদের (২য় লেবানন যুদ্ধে ডাকা সংখ্যার চেয়ে বেশি) কিনা সে বিষয়ে আলোচনা করছে।@Elizrael: Das israelische Kabinett diskutiert darüber 75 000 Reservisten einzuberufen, das sind mehr Soldaten als für den Zweiten Libanonkrieg mobilisiert wurden.
47আকাশে কী আবারো একটি পুরোদস্তর যুদ্ধের ঘনঘটা?Zeichnet sich da ein weiterer ausgewachsener Krieg ab?