Sentence alignment for gv-ben-20090219-1630.xml (html) - gv-deu-20090217-499.xml (html)

#bendeu
1আমেরিকান আদিবাসীরা জানাচ্ছেন: ‘হ্যাঁ আমরা পারি’USA: Indianer, “Yes we can”
2বহু শতক ধরে আড়াল করে রাখা আমেরিকার আদিবাসীরা তাদের ঐতিহ্যগত জীবনযাত্রা সংরক্ষণের অধিকার প্রতিষ্ঠা আর এ বিষয়ে প্রচারণার জন্য বর্তমানে বেশী করে ব্লগ আর অনলাইন সিটিজেন মিডিয়া ব্যবহার করছে।Jahrhundertelang unsichtbar, nutzen Indianer in den Vereinigten Staaten zunehmend Blogs und Online-Bürgermedien zur Verbreitung und Erhaltung ihrer Rechte und ihres traditionellen Lebensstils.
3রাষ্ট্রপতি আওএ কুডা বিলাক্সপাক কুকশিস এর নির্বাচনের পরে (কাক গোত্র কর্তৃক দেয়া বারাক ওবামার নাম) এই আদিবাসীরা আশান্বিত হওয়ার নতুন কারন দেখছে।Die Wahl Awe Kooda Bilaxpak Kuuxshishs (Barack Obamas angenommener Name des Stammes der Crow) zum Präsidenten ist für viele indigene Völker Grund für neuen Optimismus.
4রেজনেট- আমেরিকার আদিবাসীদের নিয়ে রিপোর্ট করছেReznet - Berichte aus dem Amerika der Indianer
5রেজনেট নামক একটি প্রকল্প বিশ্বব্যাপী আদিবাসীদের কণ্ঠ তুলে ধরে।
6এটি মন্টানা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা স্কুল কর্তৃক প্রকাশিত আমেরিকান আদিবাসীদের নিয়ে একটি সংবাদ, তথ্য আর বিনোদন ওয়েবসাইট।Ein Projekt, das den Weltanschauungen der Indianer eine Stimme gibt, ist Reznet, eine indianische Nachrichten-, Informations- und Unterhaltungswebsite von der Journalistenfakultät der Universität von Montana.
7এরা দেশব্যাপী আমেরিকান ইন্ডিয়ান কলেজ ছাত্রদের প্রশিক্ষণ দেয় আর তাদেরকে সাংবাদিকতা পেশার জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে।Dort werden außerdem indianische College-Studenten aus allen Teilen des Landes zu Journalisten ausgebildet und von Mentoren betreut.
8রেজনেটে প্রতিবেদন, ব্লগ আর মাল্টিমিডিয়া আর্টিকেল প্রকাশিত হয়।Bei Reznet findet man sowohl Artikel und Blogs als auch Multimedia.
9আদিবাসীদের বিশ্বাস ও জীবন ব্যবস্থার আধুনিক প্রয়োগের দিকে তাক করে, বিশেষ করে ভূমির ব্যাপারে, একটা প্রতিবেদন বলেছে যে ‘একটা আদিবাসী মালিকানাধীন সৌরশক্তি কোম্পানি' আমেরিকান সরকারের জন্য পরিষ্কার শক্তি তৈরি করবে।
10ব্লগ বিভাগ ট্রাইবালোগে প্রকাশিত আর একটা পোস্টে মিডিয়া ও ওয়েস্টার্ন গল্পগুলোতে নেটিভ ইন্ডিয়ানদের ভুলভাবে উপস্থাপনকে চ্যালেঞ্জ করেছে একটি এনিমেটেড ফিল্ম দ্বারা।In einem Artikel, der auf die moderne Anwendung des Indianerglaubens hinweist, heißt es, dass “ein Solarenergieunternehmen im Besitz und betrieben von Indianern” saubere Energieprodukte für die US-Regierung zur Verfügung stellen werde.
11এক আদিবাসী আমেরিকান পরিচালক তৈরি ‘সপ্তম আগুন থেকে গল্প” নামক এনিমেটেড চলচ্চিত্রটি সমসাময়িক আর ঐতিহ্যগত গোত্রীয় গল্প সঠিকভাবে বলে। রেজকাস্ট- একটি আদিবাসী সংগীত আর ভিডিও প্রচারের সাইটIn einem anderen Post im Blogabschnitt triBaLOG wird erklärt, wie eine neue Welle an Trickfilmen von indianischen Regisseuren, wie “Geschichten vom siebten Feuer“, in denen zeitgenössische und traditionelle Stammesgeschichten genauer erzählt werden, und so mit weit verbreiteten falschen Darstellungen von Indianern in Western aufgeräumt sollen.
12রেজকাস্ট একটি ছোট ওয়েবসাইট যা কর দোএলেনা ট্রাইবাল টেকনোলজি সেন্টার দ্বারা সৃষ্ট।Rezkast - Eine indianische Musik- und Videosharingsite
13এই সাইট চেষ্টা করছে আমেরিকান আদিবাসীদের মিডিয়া বার্তা ছড়িয়ে দিতে, ইউটিউবের পরিবর্তে। এখানে প্রকাশিত অনেক ভিডিও তাদের কাজ, সংস্কৃতি, ভাষা আর আশাকে উপস্থাপন করে।Rezkast ist eine kleinere Website, die vom Coeur d'Alene Tribal Technology Center ins Leben gerufen wurde, und die die Verbreitung von indianischen Multimedia-Nachrichten als Alternative zu YouTube zum Ziel hat.
14এই সাইটে একটা ভিডিও আছে যেটি ওবামার একটা ভাষণের কথা নিয়ে লেখা জনপ্রিয় গান উইল. আই.In vielen der hier ausgetauschten Videos geht es um Aktivismus, Kultur, Sprache und Inspiration.
15অ্যাম কে তুলে ধরে। এটাকে রিমিক্স করা হয়েছে এবং সাথে আমেরিকান আদিবাসীদের জীবনের নতুন আর পুরোন সব ছবি দেখানো হয়েছে।Ein Video auf der Site verwendet den beliebten Song von will.i.am, der auf einer Obama-Rede basiert, mischt ihn neu und unterlegt ihn mit alten und neuen Fotos indianischen Lebens.
16ভিডিওটিতে আমেরিকার আদিবাসী মানুষেরা যে সব সমস্যার সম্মুখীন হয় তার একটা তালিকা করা হয়েছে- যেমন পবিত্র স্থান সংরক্ষণ আর প্রাচীন সংস্কৃতি সংরক্ষণ - আর পরিশেষে এটি বলেছে-, ”হ্যাঁ, আমরা পারবো গোত্রীয় মহত্ত্বে ফিরে যেতে।”Im Video werden die Herausforderungen für Amerikas Indianer aufgelistet - z. B. der Schutz heiliger Stätten und die Erhaltung uralter Kulturen - und schließt mit dem Satz “Ja, wir können zu Stammesgröße zurückfinden.”