Sentence alignment for gv-ben-20120601-27479.xml (html) - gv-deu-20120601-8979.xml (html)

#bendeu
1এল সালভাদরঃ ওম্যান অফ দি ওয়্যার নামক তথ্যচিত্র শান্তি এবং ন্যায়বিচার-এর জন্য উৎসর্গকৃতEl Salvador: Dokumentarfilm über Frauen im Bürgerkrieg geplant
2ওম্যান অফ দি ওয়ার নামক তথ্যচিত্রের একটি ক্রাউডফান্ডিং প্রচারণা সেই সমস্ত নারীদের কাহিনী তুলে এনেছে, যারা সালভাদরের গৃহযুদ্ধে (১৯৮০- ১৯৯২) অংশ নিয়েছিল এবং এখন তারা শান্তি, সাম্য এবং ন্যায়বিচারের দাবীতে নিজ নিজ সম্প্রদায়ের নেতৃত্ব প্রদান করছে।Eine Crowdfunding-Kampagne für Mujeres de la Guerra (Frauen des Krieges) möchte die Geschichten der Frauen veröffentlichen, die am Bürgerkrieg in El Salvador (1980-1992) teilgenommen haben und sich jetzt in ihren Gemeinschaften für Frieden, Gleichberechtigung und Gerechtigkeit einsetzen.
3ইন্ডিগোগো-এর মাধ্যমে, লিয়ন ম্যাকক্রেকেন এবং থিওডোরা সিমন, ওম্যান অফ ওয়্যার-এর জন্য আংশিক অনুদান সংগ্রহ করেছেন, যে অর্থ কিনা একটি পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র নির্মাণে প্রয়োজন, যার মধ্যে ২৮ জন নারীর কাহিনী থাকবে, এই বিষয়ে একটি ছবি রচনা (ফটো এসে) প্রকাশ করা হয়েছে এবং এই বিষয়ে এল এলসালভাদর ও যুক্তরাষ্ট্রে ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।Durch IndieGoGo sammeln Lyn McCracken und Theodora Simon einen Teil des Geldes, das sie brauchen, um Mujeres de la Guerra, einen Dokumentarfilm in Spielfilmlänge über die Geschichten von 28 verschiedenen Frauen, zu publizieren, einen Bildband zu veröffentlichen und Fotoausstellungen in El Salvador und den USA durchzuführen.
4যতদুর জানা গেছে, ঐ বিশেষ সাইট থেকে ১২,০০০ ডলারে অর্জনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইতোমধ্যে সেখান থেকে ৪,০০০ ডলার অর্জিত হয়েছে, এবং এখানে অর্থ দান করার জন্য নাগরিকদের হাতে এখনো এক মাসের মত সময় রয়েছে।Bis jetzt sind $4,000 zusammengekommen. Ihr Ziel ist es, $12,000 zu sammeln und es bleibt immer noch mehr als ein Monat, um zu spenden.
5এই টিজার ভিডিও, নমুনা হিসাবে বেশ কয়েকজন নারীকে তুলে ধরেছে, যারা তাদের টিকে থাকার বা গৃহযুদ্ধে নিজেদের সক্রিয় অংশগ্রহণের কাহিনী উপস্থাপন করেছে।Das Teaser-Video zeigt eine Auswahl von Frauen, die ihre Überlebensgeschichte erzählen und über ihr Engagement im Bürgerkrieg berichten.
6http://vimeo.com/40620429http://vimeo.com/40620429
7দি ভয়েস অন দি বর্ডার নামক ব্লগ এই তথ্যচিত্র প্রকল্প সম্বন্ধে লিখেছে, যার মধ্যে এই সমস্ত নারীদের নিজের ভাষায় বলা নিজেদের কাহিনী অর্ন্তভুক্ত রয়েছে।Der Blog Voices on the Border [en] schrieb über das Projekt und fügte Ausschnitte aus den Geschichten bei, die von den Frauen in ihren eigenen Worten erzählt werden.
8গৃহযুদ্ধের মারিয়া ইয়ালান্ডো গার্সিয়া ভিজিল ঘর থেকে পালিয়ে যায় এবং সে ১৯৭০ থেকে ৮০-এর দশকে গৃহযুদ্ধের সময় সরকারি বাহিনীর হাতে তার পরিবারে সদস্যদের অত্যাচার এবং খুন হবার প্রত্যক্ষদর্শী।Maria Yolanda Garcia Vigil musste aus ihrem Zuhause flüchten und war dabei, als Familienangehörige während des Bürgerkrieges in den 70er und 80er Jahren von Regierungstruppen gefoltert und ermordet wurden.
9বর্তমানে সে সম্প্রদায়ের নেত্রী হিসেবে কাজ করছে, বর্তমানে সে নারীদের নিয়ে কাজ করছে এবং এখন সে পৌরসভার নির্বাচিত সদস্যা:Heute übernimmt sie eine Führungsrolle in ihrer Gemeinschaft und arbeitet zusammen mit Frauen und gewählten Beamten im Stadtrat.
10আমি মনে করি আমরা নারীদের জন্য কিছু অর্জন করেছি।Ich glaube, wir haben Dinge für die Frauen erreicht.
11হয়ত সেখানে এমন কিছু জায়গা আছে যে সব জায়গার জন্য তা সত্য নয়, কিন্তু আমাদের সম্প্রদায়ের জন্য এই বিষয়টি সত্য।Vielleicht gibt es Orte, wo es nicht so ist, aber in unserer Gemeinschaft schon.
12এখানে মেয়েরা নানান কাজে অংশগ্রহণ করে।Hier beteiligen sich die Frauen.
13এখানে নারীরা অত্যন্ত সক্রিয়। আর আজ তারা অনেক বেশী সচেতন।Die Frauen sind sehr aktiv und es herrscht ein größeres Bewusstsein als früher.
14এর লক্ষ্য হচ্ছে নারীর ক্ষমতায়ন এবং যেন তারা কাজে, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে নিজদের সমান অনুভব করে।Das Ziel ist, Frauen zu stärken und sie in ihrer Arbeit und ihren Entscheidungen gleichberechtigt zu machen.
15আমি মনে করি সম্প্রদায় হিসেবে আমরা অনেক কিছু অর্জন করেছি।Ich glaube, dass wir als Gemeinschaft viel erreicht haben.
16আমার ন্যায়বিচারে পক্ষে, এবং এখনো তা অর্জিত হয়নি।Wir sind für Gerechtigkeit, aber es ist noch nicht soweit.
17ন্যায় বিচার এখনো সাধিত হয়নি।Wir haben noch keine Gerechtigkeit erfahren.
18কাজে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।Also müssen wir weiter kämpfen. Das ist unsere Herausforderung.
19আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে, কারণ এটা একটা মিথ্যা যে এখানে যা কিছু ঘটে তা কেবল ঘটে যায়, অথবা তা ঘটে কারণ এখনকার প্রভাবশালী নাগরিকরা তা চান বলে।Wir müssen unsere Organisation stärken. Denn es ist eine Lüge, dass Dinge nur dann geschehen, wenn einflussreiche Leute es wollen.
20এই প্রচেষ্টার শুরু হতে হবে সাধারণ নাগরিকদের মাঝে থেকেই।Die Menschen müssen sich darum bemühen.
21ইনডি গো-গো সাইটের তাজা সংবাদ প্রদান করতে থাকা পাতায়, থিওডোরা সিমন এই প্রকল্প শেষ করার গুরুত্বের বিষয়ে লিখেছে এবং তা সে এল সালভাদরের নাগরিকদের সামনে তুলে ধরেছে:Auf der Updates-Seite von Indie Go-Go schreibt Theodora Simon über die Wichtigkeit, dieses Projekt zu verwirklichen und es mit den Menschen aus El Salvador teilen zu können.
22একটি দীর্ঘ আকারের তথ্যচিত্রের মধ্য দিয়ে, যুক্তরাষ্ট্র এবং এল সালভাদরের ছবি প্রদর্শনী এবং একটি বইয়ের মাধ্যমে , আমরা এই সমস্ত নারীদের প্রেরণাদায়ক কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাদের ত্যাগ এবং বিশ্বের কাছে তাদের আশার কথাগুলো।Durch einen Dokumentarfilm in Spielfilmlänge, Fotoausstellungen in den USA und El Salvador und ein Buch wollen wir die inspirierenden Geschichten dieser Frauen erzählen, um ihr Engagement und ihre Hoffnung mit der Welt zu teilen.
23নারী, বিশেষ করে দরিদ্র কৃষক রমণী যার গায়ের রঙ সাদা নয়, কণ্ঠস্বর তুলে ধরার জন্য তাদের কোন জায়গা নেই, যার মধ্যে দিয়ে তারা তাদের অভিজ্ঞতা এবং প্রজ্ঞা পৃথিবীর সামনে তুলে ধরতে পারে।Frauen, vor allem arme und farbige Bauernfrauen, haben keinen Ort, wo sie ihre Meinung äußern, und ihre Erfahrungen und ihre Weisheit mit der Welt teilen können. Wir hoffen, dass Mujeres de la Guerra diese Gelegenheit bieten wird.
24আমরা আশা করি যে ওম্যান অফ দি ওয়্যার এই সুযোগ সৃষ্টি করবে এবং আমরা একটি দ্বি-জাতি এবং দ্বি ভাষিক কাজের মাধ্যমে এই কাজটি যুক্তরাষ্ট্র এবং সালভাদরের শ্রোতাদের সামনে তুলে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ।Wir engagieren uns sehr dafür, diese Arbeit mit einem Publikum aus den USA und El Salvador teilen zu können, indem wir ein binationales und zweisprachiges Werk erschaffen.
25ওম্যান অফ দি ওয়ার-এর জেনি, ছবি ম্যাকক্রেকেন-এর।Jenni auf einem Foto für Mujeres de la Guerra von Lyn McCracken
26এই প্রকল্প থেকে প্রাপ্ত অনুদানের সকল টাকা ওম্যান অফ দি ওয়্যার-এক বাস্তবতা নামক তথ্যচিত্র নির্মাণের কাজে ব্যায় হবে।Alles Geld, das für dieses Projekt gesammelt wird, ist dafür bestimmt, Mujeres de la Guerra zu verwirklichen.
27এই কাজের উদ্দেশ্য অনুদানের জন্য তৈরী পাতায় গিয়ে অনুদান থেকে করা যাবে, যেখানে সবসময় তাজা সংবাদ প্রদান করে যাওয়া হচ্ছে।Spenden können über die Fundraising-Seite gemacht werden, wo laufend Updates veröffentlicht werden.