Sentence alignment for gv-ben-20120823-28586.xml (html) - gv-deu-20120716-9926.xml (html)

#bendeu
1উগান্ডাঃ নোডিং রোগ শিশুদের ভবিষ্যৎকে রুদ্ধ করছেUganda: Nick-Krankheit beraubt Kinder ihrer Zukunft
2নোডিং রোগ ১ থেকে ১০ বছর বয়সী শিশুদের মানসিক ও শারীরিক অক্ষমতার একটি রোগ।Alle Links in diesem Artikel führen, soweit nicht anders gekennzeichnet, zu englischsprachigen Webseiten.
3এটি বর্তমানে দক্ষিণ সুদান, তানজানিয়া ও উগান্ডার উত্তরাঞ্চলের কিছু এলাকায় দেখা দিয়েছে।Die Nick-Krankheit [de] ist eine Erkrankung, die zu geistigen und körperlichen Behinderungen führt und Kinder im Alter von 1 bis 10 Jahren befällt.
4এ রোগটি এখন পর্যন্ত অনিরাময়যোগ্য এবং এর কারণ অজানা।Sie ist zurzeit auf kleine Gebiete im Südsudan, in Tansania und Norduganda beschränkt.
5সম্প্রতি, কিছু বৃদ্ধের উপর এর চিহ্ন দেখা গেছে।Die Krankheit ist derzeit unheilbar und ihre Ursachen sind unbekannt.
6এই রোগগ্রস্ত অঞ্চলগুলো মূলত দেশটির উত্তরাঞ্চলে।Kürzlich zeigten auch einige alte Menschen Symptome der Krankheit.
7এই রোগ হলে শিশুরা নিজেরদের জন্য উৎপাদনক্ষমতাসম্পন্ন হতে পারে না, যেমন মেয়েদের ক্ষেত্রে খাবার বানানোর জন্য ছুরি ধরা, এবং ছেলেদের ক্ষেত্রে বীজ বপনের জন্য কোদাল ধরতে অক্ষম হওয়া।Die betroffenen Gebiete befinden sich vor allem im Norden des Landes. Die Krankheit beraubt Kinder ihrer Chance, aktiv zu sein - wie (im Falle der Mädchen) der Fähigkeit, ein Messer zu halten, um eine Mahlzeit zuzubereiten oder (im Falle der Jungen) der Fähigkeit, eine Hacke zu halten, um zu säen.
8একজন ১৮ বছরের তরুণকে ৩ বছরের বালকের মত দেখাতে পারে এবং ধরে নিয়ে যাওয়া ও শরীরে তাপ দিতে হতে পারে।Ein 18-jähriger Mann kann wie ein 3-jähriger Junge aussehen und darauf angewiesen sein, herumgetragen und gehalten zu werden, um ihn einigermaßen warmzuhalten.
9এই রোগের প্রথম লক্ষণ হল ক্রমাগত মাথা ঝিমঝিম করা, খেতে ও পান করতে অক্ষম হওয়া।Die ersten Symptome dieser Krankheit sind andauerndes Kopfnicken und das Unvermögen, zu essen und zu trinken.
10পরে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অক্ষম হয়ে পড়ে।Zu einem späteren Zeitpunkt bleibt das Kind körperlich und geistig im Wachstum zurück.
11এক উগান্ডান সাংবাদিক, ফ্লোরেন্স নালুইম্বা, এই ব্যাপারটিকে প্রকাশ করার জন্য প্রথম পদক্ষেপ ও অনুসন্ধান চালিয়েছেন।Eine ugandische Journalistin, Florence Naluyimba, hat den ersten Schritt getan und Nachforschungen angestellt, um das Thema an die Öffentlichkeit zu bringen.
12তিনি বলেন যদিও সরকার ৩টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ করে দুর্গতদের সাহায্য করার চেষ্টা করছে, তাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর জন্য পায়ে হেঁটে বা সাইকেলে অনেক পথ পাড়ি দিতে হয়।Sie sagt, dass die Regierung zwar versuche, die Betroffenen in 3 Ärztezentren mit Medikamenten zu versorgen, sie aber lange Strecken zu Fuß oder auf dem Fahrrad zuücklegen müssten, um die Ärztezentren zu erreichen.
13অসুস্থরা নিজেরা যেতে পারে না এবং তাদেরকে সাইকেলের পিছনে চড়িয়ে ৩০ কিমিরও বেশি পথ পাড়ি দিতে হয়।Die Kranken können die Krankenhäuser nicht alleine aufsuchen, sondern müssen auf dem Rücken getragen werden oder mehr als 30 km auf dem Gepäckträger eines Fahrrads sitzen.
14এই রোগটি সাধারণত মস্তিষ্ক বিকৃতির দিকে নিয়ে যায় এবং মাঝে মাঝে তাদেরকে আগুনে পোড়া, কেটে যাওয়া বা পুকুর/নদীতে পড়ে যেতে দেখা যায়, যা তাদেরকে মৃত্যু বা মারাত্মক ক্ষতির দিকে ঠেলে দেয়।Die Krankheit verursacht gewöhnlich Anfälle, sodass die Betroffenen gelegentlich ins Feuer, in scharfe Gegenstände oder Teiche/Flüsse fallen, was entweder zum Tode oder zu ernsthaften Verletzungen führt.
15অনেক শিশুই এরকম দুর্ঘটনায় আঙুলের মত শরীরের বিভিন্ন অংশ হারিয়েছে।Viele Kinder haben durch derartige Unfälle Körperteile (wie zum Beispiel Finger) verloren.
16এরকম হলে ভুক্তভোগী অত্যন্ত দুর্বল হয়ে চিৎকার করে।Es fügt sich, dass die Betroffenen oft sogar zu schwach sind, um zu weinen.
17সরকারী রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এই রোগের অন্যতম কারণ হিসেবে কালো মাছিকে চিহ্নিত করে তা নিধনের জন্য স্প্রে করার পরিকল্পনা করেছে।Das Center for Disease Control [dt. die Seuchenschutzbehörde] beabsichtigt, schwarze Fliegen, von denen man annimmt, dass sie die Hauptursache der Krankheit sind, gezielt aus der Luft zu besprühen.
18এটি সহায়ক হবে কিনা তা পরিষ্কার নয়।Es ist nicht klar, ob dies Abhilfe schaffen wird oder nicht.
19উগান্ডান গ্রামবাসীদের অভিযোগ যে নমুনা ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা এর নিরাময় ও কারণ সম্পর্কিত কোন তথ্য পায় নি।Ugandische Dorfbewohner beschweren sich, dass seit 2010 Proben in die USA geschickt wurden, sie aber seitdem noch keine zuverlässigen Informationen über Heilung und Ursache erhalten haben.
20নিচে এই রোগ সংক্রান্ত কিছু ছবি ও ইউটিউব ভিডিও রয়েছে।Hier sind einige Bilder und YouTube-Videos über die Krankheit.
21নোডিং রোগের প্রাথমিক অবস্থা। ugandaradionetwork.com-এর সৌজন্যেNick-Krankheit in der Frühphase. Foto mit freundlicher Genehmigung von ugandaradionetwork.com
22মস্তিষ্ক বিকৃতির সময় আগুনে পুড়ে যাওয়ার পর আহত একটি শিশুর মুখ।Ein Kind mit Verletzungen im Gesicht, nachdem es während eines Anfalls ins Feuer fiel.
23256news.com-এর সৌজন্যেFoto mit freundlicher Genehmigung von 256news.com