Sentence alignment for gv-ben-20091027-7154.xml (html) - gv-deu-20091022-1094.xml (html)

#bendeu
1আর্মেনিয়া: ওলিগার্খ এর কর্মীকে অভিযুক্ত করা হয়েছে পশুর প্রতি নিষ্ঠুরতার জন্যেArmenien: Oligarchs Personal angeblich in Tierquälerei Skandal verwickelt
2ফেসবুক ব্যবহারকারীরা আজকে (১৯শে অক্টোবর, ২০০৯) একটা ভিডিও দৃশ্যের লিঙ্ক দিয়েছেন যেটা ওলিগার্খ এমপি গাগিক সারুকিয়ানের ব্যক্তিগত চিডিয়াখানায় তোলা এমন বলা হচ্ছে।Benutzer von Facebook haben heute Links für ein Video hochgeladen, das angeblich den Privatzoo von Oligarch MP Gagik Tsarukian zeigen soll.
3এই এমপির ডাক নাম ডোডী গাগো নামে বেশীরভাগ আর্মেনিয়র কাছে পরিচিত। সারুকিয়ানকে আর্মেনিয়ার সব থেকে ধনী নাগরিক বলা হয়, যদিও তার আয়কর রিটার্ন এর উল্টো ভাষ্য দেয়।Den meisten Armenier besser bei seinem Spitznamen Dodi Gago bekannt, wird angenommen, dass Tsarukian Armeniens reichster Bürger ist, selbst wenn seine Steuererklärung das Gegenteil vermuten lässt.
4ভূতপূর্ব হস্তযুদ্ধ চ্যাম্পিয়ন এই এমপি আর্মেনিয়ার জাতীয় এসেম্বলীতে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের নেতা আর আর্মেনিয়ার জাতীয় অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট।Der ehemalige Armwrestling Champion ist auch der Vorsitzende der zweitgrößten politischen Partei der armenischen Nationalversammlung, sowie Präsident des nationalen armenischen Olympia Komitees.
5তাকে নিয়ে বিতর্ক নতুন না, বিশেষ করে স্থানীয় প্রেসের সাম্প্রতিক রিপোর্টে তার দেহরক্ষীদের দোষারোপ করা হয় গুলি ছোড়া আর সাংবাদিকদের মারার জন্য।#Armenia Oligarch & Reg.polit. Führer Gagik Tsarukyan veranstaltet Kampf zwischen seinen Löwen & einem Esel http://bit.ly/1tF5j4#animalcruelty
6Kontroversen sind ihm nicht fremd und besonders in der Presse gibt es immer wieder Berichte, die seine Leibwächter angeblich mit Schießereien und Verprügeln von Journalisten in Zusammenhang bringen.
7আর তার সাম্প্রতিক কেলেঙ্কারি তার সফরসঙ্গী একজন টুইটারের মাধ্যমে জানিয়ে দিয়েছেন।Der neueste Skandal, der Berichten zufolge mit Mitgliedern aus seiner Begleitung verbunden ist, sah das Tageslicht via Twitter.
8ফেসবুকে প্রথম পোস্টের কিছু পরেই ভিডিওটা দ্রুত সরিয়ে নেয়া হয়া লিঙ্কগুলো দ্রুত রিটুইট করা হয়।Das Video wurde nach der ersten Post bei Facebook schnell entfernt und die Links wurden schnell neu getweetet.
9ডেইলি মোশনে এর পরে ভিডিওটা উঠে এসেছে।Seitdem ist das Video wieder bei Daily Motion aufgetaucht.
10এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদের বেশীরভাগের মনোভাব আনজিপড ব্লগ তুলে ধরেছে।‘Unzipped' fasst die Gefühle der Meisten, die das Video bisher gesehen haben, zusammen.
11@গোল্ডেন্টেন্টের একটা টুইট বার্তার সুবাদে, আমি ইউটিউবের এই ভিডিওর লিঙ্ক খুঁজে পেয়েছি, যেখানে অভিযোগ করা হয়েছে যে আর্মেনিয়ার অলিগার্খ আর বারগাভাচ হায়াস্তান (সমৃদ্ধ আর্মেনিয়া) দলের প্রধান গাগিক সারুকিয়ান তার সিংহ আর গাধার মধ্যে এই যুদ্ধ করিয়েছেন (বা এটা তার ব্যক্তিগত চিড়িয়াখানায় অনুষ্ঠিত হয়েছিল)।Dank @GoldenTent bin ich bei YouTube auf diesen Link gestoßen, welcher vorgibt, dass der armenische Oligarch und Führer der herrschenden ‘Bargavatch Hayastan' (‘Blühendes Armenia') Partei Gagik Tsarukyan diesen Kampf zwischen seinen Löwen und einem Esel veranstaltet. (Oder er wurde in seinem ‘Privatzoo' veranstaltet). […]
12এটা এত খারাপ যে প্রথমে কয়েক সেকেন্ডের বেশী আমি নিজেকে জোর করেও দেখাতে পারি নি।Das ist so scheußlich, dass ich mich zuerst nicht dazu bringen konnte, wenigstens die ersten paar Sekunden zuzusehen.
13তারপরে আমি নিজেকে জোর করেছি… এই ভিডিও দেখার পরে আমি শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলাম।Dann zwang ich mich dazu… Ich fühlte mich physisch krank, nachdem ich das Video gesehen hatte.
14যে কোন দেশ, যে কোন সমাজ যারা নিজেদেরকে ‘সভ্য' বলার বিন্দুমাত্র চিন্তা করে তাদের উচিত এই ধরনের পশুদের প্রতি নিষ্ঠুরতা নিষিদ্ধ করা, আর অভিযুক্তদের আইনের সামনে দাঁড় করানো উচিত।Jedes Land, jede Gesellschaft, die den Anspruch erhebt “zivilisiert” zu sein, sollte diese Art von abscheulichen Darstellungen von Tierquälerei verbannen und die Täter sollten vor dem Gesetz verantwortlich gemacht werden.
15গত ফেব্রুয়ারীতে, আর্মেনিয়ার প্রকৃতি সংরক্ষাণাগারে বেআইনী শিকারের ইউটিউব ভিডিও তার প্রধান ওয়ার্ডেনের চাকুরি চ্যুতি ঘটায়।Im Februar zeigte ein Video bei YouTube illegales Jagen in einem armenischen Naturreservat, aufgrund dessen der Hauptaufseher entlassen wurde.
16তাই অনেকে যা অভিযোগ করছেন এই ভিডিওতে যদি সে রকমই কিছু দেখানো হয়ে থাকে তাহলে কি ব্যবস্থা গৃহিত হয় তা দেখার জন্য অপেক্ষা করা উচিত।Wenn dieses Video das zeigt, was von vielen als wahr angenommen wird, dann bleibt abzuwarten, ob es hierauf irgendelche Nachspiele geben wird.
17সিংহ এবং গাধার লড়াই, গাধা জিতেছে আপলোড করেছে এগেইনস্ট এনিমাল ক্রুয়েলটি. -Das Video können Sie hier sehen.