# | ben | deu |
---|
1 | ইথিওপিয়াঃ জোন নাইন ব্লগারদের সম্পর্কে তদন্তের জন্য আরও সময় চাইল পুলিশ | Äthiopien: Polizei beantragt mehr Zeit für Ermittlungen zu den Zone 9-Bloggern |
2 | ইথিওপিয়ার ব্লগার আতনাফ বেরাহানে, জেলালেম কিবরেত এবং নাতনায়েল ফেলেকে (জোন নাইন ব্লগিং জোটের সকল সদস্য) এবং সাংবাদিক আসমামাও হাইলেজর্জিস, তেসফালেম ওয়ালদিয়েস ও ইদম কাসায়েকে গত ২৫শে এপ্রিল আদ্দিস আবাবা আদালতে হাজির করা হয়েছে। | Letzten Mittwoch wurden die äthiopischen Blogger Atnaf Berahane, Zelalem Kibret und Natnael Feleke (alle Mitglieder des Bloggerkollektivs Zone 9) und die Journalisten Asmamaw Hailegeorgis, Tesfalem Waldyes und Edom Kassaye das erste Mal seit ihrer Inhaftierung am 25. |
3 | ২৫ এপ্রিল তারিখে গ্রেপ্তারের পর এই প্রথম তাদের আদালতে হাজির করা হল। | April einem Gericht in Addis Ababa vorgeführt. |
4 | এই দিন একটি সংক্ষিপ্ত শুনানিতে তাদের ব্যাপারে তদন্তের জন্য পুলিশ আদালতের কাছে আরও সময় প্রার্থনা করেছে। | Bei der kurzen Anhörung beantragte die Polizei mehr Zeit für ihre Ermittlungen. |
5 | আদ্দিস আবাবার একটি আদালতের বাইরে আটককৃত জেলালেম এবং তেস্ফালেম। | Zelalem und Tesfalem werden aus dem Gericht in Addis Ababa geführt. |
6 | ছবিটি অনুমতি নিয়ে প্রকাশিত। | Foto mit Genehmigung veröffentlicht. |
7 | তাদের আইনজীবীর মতে, গ্রেপ্তার করা সাংবাদিকদের বিরুদ্ধে একটি বিদেশী এনজিও'র কাছ থেকে সহযোগীতা নেয়া প্রসঙ্গে আনা অভিযোগের মুখোমুখি হতে হবে। | Laut ihrer Anwälte stehen den Gefangenen Anklagen bevor, die mit der Unterstützung durch ausländische Nichtregierungsorganisationen (NGOs) und dem “Aufruf zur Gewalt über soziale Medien” zu tun haben. |
8 | এর পাশাপাশি তাদের বিরুদ্ধে “সহিংসতা উস্কে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করার” অভিযোগও আনা হবে। ব্লগার বেফেকাদু হাইলু, আবেল ওয়াবেলা এবং মাহলেট ফানতাহুন সহ ছয়জন নারী এবং পুরুষকে এপ্রিল মাসের শেষে গ্রেপ্তার করা হয়। | Die sechs Männer und Frauen, zusammen mit den Bloggern Befeqadu Hailu, Abel Wabela und Mahlet Fantahun - ebenfalls Mitglieder des Bloggerkollektivs Zone 9 - wurden Ende April festgenommen und befinden sich seitdem in Haft. |
9 | তারা জোন নাইন গ্রুপেরও সদস্য। | |
10 | গ্রেপ্তারের পর থেকে এখন পর্যন্ত তারা কারাবন্দী অবস্থায় আছেন। এদের সবাই ইথিওপিয়ার রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে প্রভাব বিস্তারকারী বিভিন্ন লেখা লিখেছেন। | Alle sind einflussreiche Autoren, die über politische und soziale Themen in Äthiopien schreiben und haben eine aktive Rolle dabei gespielt, politische Debatten und Proteste im Internet zu organisieren. |
11 | তারা রাজনৈতিক বিতর্ক এবং অনলাইন প্রতিবাদের আয়োজন করতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। | Die Anhörung fand unter Ausschluss der Öffentlichkeit statt, obwohl Diplomaten und andere vielfach versucht hatten, teilnehmen zu können. |
12 | বিভিন্ন দেশের কূটনীতিবিদ এবং অন্যান্যরা শুনানিতে উপস্থিত থাকার অনেক চেষ্টা করা সত্ত্বেও সাধারণ মানুষকে শুনানিতে উপস্থিত থাকতে দেয়া হচ্ছে না। | |
13 | গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের বন্ধুরা যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের মতে, আদালত ভবনের বাইরে অপেক্ষমাণ লোকজনকে বন্দীদের সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে। | Laut Freunden der Global Voices Gemeinschaft, die sich vor Ort befanden, war es Schaulustigen vor dem Gerichtsgebäude verboten worden, die Gefangenen anzusprechen. |
14 | আদালতের বাইরে অপেক্ষমাণ সমর্থকেরা বন্দীদেরকে দেখে হাত নাড়িয়েছেন এবং বন্দীরা এর উত্তরে সমর্থকদের দিকে তাকিয়ে মৃদু হেসেছেন। | Unterstützer, die vor dem Gericht warteten, winkten den Inhaftierten und sie lächelten zurück. |
15 | যেহেতু তাদের হাতে হাতকড়া পরানো ছিল, তাই তারা সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়াতে পারেননি। | Sie konnten nicht zurückwinken, da ihnen Handschellen angelegt worden waren. |
16 | সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়ঃ তাদের বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনেরা কান্নাকাটি করছিলেন। নাতনায়েলকে খুব বেশি বিধ্বস্ত দেখাচ্ছিল। | Es spielten sich hoch emotionale Szenen ab: Freunde und Familien weinten und Natnael sah sehr niedergeschlagen aus. |
17 | রক্ষী পরিবেষ্টিত অবস্থায় আদালত প্রাঙ্গণে ঢোকা এবং বের হওয়ার সময় তাকে কাঁদতে দেখা গেছে। | Man hat ihn weinen gesehen, als er in und aus dem Gericht geführt wurde. |
18 | তাদের উপর হয়তোবা শারীরিক নির্যাতন করা হয়েছে বলে সবাই ধারণা করছেন। তবে নাতনায়েল ছাড়া বাকী দলটিকে বেশ দৃঢ় দেখাচ্ছিল এবং বেশ আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছিল। | Man befürchtet, dass sie gefoltert worden sein, aber mit der Ausnahme von Natnael wirkte die Gruppe stark und lebensmutig. |
19 | মামলাটির কার্যক্রম ১৭ মে তারিখ পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। | Der Fall wurde auf den 17. Mai vertagt. |
20 | এ সম্পর্কিত আরও কিছু পোস্টঃ | Mehr zum Hintergrund der Geschichte: |
21 | ইথিত্তপিয় সরকারের জন্য ব্লগিং কেন হুমকি, ১০মে, ২০১৪ | Warum Bloggen die äthiopische Regierung bedroht [en], 10. Mai 2014 |
22 | আফ্রিকান কমিশন, জাতিসংঘের বিশেষজ্ঞের কাছে জোন নাইন ব্লগারদের ব্যাপারে সমর্থন চাওয়া হয়েছে, ৩ মে, ২০১৪ | Aktivisten bitten die Afrikanische Kommission und Experten der Vereinten Nationen, sich in den Fall der Zone 9-Blogger einzuschalten [en], 3. Mai 2014 |
23 | বিবৃতিঃ ইথিওপিয়ার নয় জন সাংবাদিকের মুক্তির দাবি গ্লোবাল ভয়েসেসের, ২ মে, ২০১৪ | ÖFFENTLICHE ERKLÄRUNG: Global Voices fordert die Freilassung der neun Journalisten in Äthiopien, 2. Mai 2014 |
24 | নেটিজেন রিপোর্টঃ ইথিওপিয়ায় মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, ৩০এপ্রিল, ২০১৪ | Netzbürger-Report: Äthiopien geht hart gegen Meinungsfreiheit vor [en], 30. April 2014 |
25 | ইথিওপিয়ায় কালেকটিভ ব্লগিং এর ছয় জন সদস্য গ্রেপ্তার, ২৫এপ্রিল, ২০১৪ | Sechs Mitglieder eines Bloggerkollektivs in Äthiopien verhaftet, 25. April 2014 |