Sentence alignment for gv-ben-20140821-44562.xml (html) - gv-deu-20140803-23780.xml (html)

#bendeu
1বাহরাইন, ইসরায়েল এবং আইএসআইএস এ চলছে ইলেক্ট্রনিক মুখোশ উন্মোচনElektronische Hexenjagden in Bahrain, Israel und der ISIS Ein Foto von www.
2বাহরাইনে “বিশ্বাসঘাতক”দের মুখোশ উন্মোচন করতে একটি প্রচারাভিযানে আহ্বান জানানো হয়েছে। www.B4BH.com mit dem Aufruf, alle Informationen zu dem abgebildeten Kind der Kampagne zur Verfügung zu stellen, um “Verräter” in Bahrain ausfindig zu machen.
3B4BH.com থেকে পাওয়া এই ছবিটির শিশুটি সম্পর্কে কেউ জেনে থাকলে তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।Die Webseite ist Teil der elektronischen Hexenjagd im Zuge der Proteste in Bahrain von 2011 und heißt “Bilder von Verrätern in Bahrain”.
4২০১১ সালে বাহরাইনে চলমান প্রতিবাদ সমাবেশে ইলেকট্রনিক ভাবে খোঁজার (উইচ-হান্টের) অংশ হিসেবে এই ওয়েবসাইটটিকে বলা হয় “বাহরাইনের বিশ্বাসঘাতকদের ছবি”Im Wörterbuch Collins English Dictionary wird Hexenjagd folgendermaßen definiert: eine rigorose Kampagne um Andersdenkende unter dem Vorwand, dem Wohl der Gemeinschaft zu dienen, einzukesseln oder bloßzustellen.
5কলিন্স ইংরেজী অভিধান উইচ-হান্টের সংজ্ঞায় বলছে, জনগণের কল্যাণকে সুরক্ষিত রাখার অজুহাতে ভিন্নমতাবলম্বীদের তাড়া করে বা গ্রেপ্তারের মাধ্যমে একত্রিত করা অথবা তাদেরকে বিদ্রোহী হিসেবে পরিচিতি দেয়ার একটি সরব প্রচারাভিযান হচ্ছে উইচ-হান্ট।
6বর্তমান সময়ে ইসরায়েল, বাহরাইন এবং ইসলামিক স্টেট ইন ইরাক এ্যান্ড সিরিয়াতে (আইএসআইএস) ইলেক্ট্রনিক উইচ-হান্ট করা হচ্ছে।Historisch werden mit Hexenverfolgung die Prozesse bezeichnet, in denen das Verbrechen geahndet wurde, der Ausübung von Hexerei oder dämonischer Handlungen verdächtig zu sein.
7ডাকিনীবিদ্যা অথবা আসুরিক বিভিন্ন কাজ করার সন্দেহে কারও বিরুদ্ধে অভিযোগ এনে তাকে বিচারের অধীন করাকে ঐতিহাসিকভাবে উইচ-হান্ট বলা হয়।
8স্কটিশ সাংবাদিক চার্লস ম্যাকে তাঁর বইতে উইচ-হান্টকে “বিশেষ উদ্দেশ্যে নিযুক্ত জনপ্রিয় প্রতারণা এবং জনসাধারণের উন্মাদনা” হিসেবে আখ্যায়িত করেছেন।In seinem Buch “Außerordentliche Verwirrungen und der Wahn der Massen” schreibt der schottische Journalist Charles Mackay “Tausende und Abertausende” seien in Hexenprozessen getötet worden, bei denen es einen extrem niedrigen Beweisstandard gegeben habe.
9তিনি আরও বলেছেন, উইচ-হান্টের অজুহাতে হাজার হাজার লোকের বিচার করে তাঁদের হত্যা করা হয়েছে।In vielen Fällen seien diese Hexenverfolgungen darauf zurückgegangen, dass Nachbarn oder Verwandte untereinander eine alte Rechnung zu begleichen hatten.
10এসব মামলাতে একেবারে নিম্নমানের প্রমাণ উপস্থাপন করা হয়েছে। অনেক মামলার ক্ষেত্রে প্রতিবেশী অথবা সংশ্লিষ্ট অন্যান্যরা একে অন্যের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে এ ধরনের মামলা সাজিয়েছে।Der Begriff wurde oft im Zusammenhang mit der McCarthy-Ära oder der Zweiten Roten Angst benutzt, als Senator Joseph McCarthy eine Kampagne anführte, die sich die Bekämpfung etwaiger Sympathisanten des Kommunismus auf die Fahnen geschrieben hatte.
11ম্যাককারথিজম যুগ বা দ্বিতীয় লোহিত ত্রাসের সময়ে শব্দটি খুব বেশি ব্যবহার করা হয়েছিল।
12মার্কিন সিনেটর জোসেফ ম্যাককারথি সম্ভাব্য সাম্যবাদীতা সমর্থকদের বিরুদ্ধে যুদ্ধ করতে যখন একটি প্রচারণাতে আক্রমণের পুরোভাগে ছিলেন তখন তিনি এই কৌশল অনুসরণ করেছিলেন।Mit dem Krieg gegen Gaza und heftigem Widerstand in sozialen Medien hat eine Gruppe eine Hexenjagd und eine McCarthy-gleiche Bewegung gestartet, um “Verräter” ausfindig zu machen - beziehungsweise Israelis, die gegen diesen Krieg sind.
13গাজা যুদ্ধের বিরুদ্ধে যেসব ইসরায়েলি জনগণ প্রতিবাদ জানাচ্ছেন, তাদেরকে মূলত উইচ-হান্টের শিকারে পরিণত করা হচ্ছে।
14তেল-আবিব ভিত্তিক গ্লোবাল ভয়েসেসের ইসরায়েলি লেখক এলিজাবেথ সুরকভ টুইট করেছেনঃDie israelische Global Voices-Autorin Elizabeth Tsurkov twitterte:
15ডানপন্থী সৈন্যবাহিনী “শ্যাডোস লায়ন্স” ইজরায়েলের কাছে বিশ্বাসঘাতকদের ছবি [যুদ্ধের বিরোধিতা করে] চেয়েছে।Die rechte Militia “Die Löwen des Schattens” rufen Israelis dazu auf, ihnen Bilder der Verräter [die, die gegen die Krieg sind] zu schicken.
16জিহাদি দল আইএসআইএস গত মাসে মসুলের কাছাকাছি অবস্থিত ইরাকের সোয়াত উপত্যকা দখল করে নিয়েছেন। মোটেও অবাক করা কোন বিষয় নয় যে তারা তাদের “বিরোধীদের” চিহ্নিত করতে একটি অনলাইন প্রচারাভিযান শুরু করেছেন।Es überrascht auch nicht, dass die dschihadistische Gruppierung Islamischer Staat im Irak und Syrien (ISIS), die im vergangenen Monat Landstriche im Irak rund um Mosul besetzt hatte, eine Onlinekampagne zur Identifizierung von “Apostaten” gestartet hat.
17একটি টুইটার একাউন্টের মাধ্যমে তারা আইএসআইএস এর জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে নিহত কয়েকজন লোকের ছবি দিয়েছেন। লোকগুলোকে হত্যা করা হয়েছে।Über einen Twitteraccount, der behauptet, für die ISIS zu sprechen, wurde ein Foto getwittert, auf dem Menschen zu sehen sind, die zu töten seien, da sie vom Glauben abgefallen seien:
18কারন, তারা আইএসআইএস বিরোধী ছিলেনঃBlutrache, Blutrache!
19প্রতিহিংসা, প্রতিহিংসা! আলখাইর জেলার [আইএসআইএস সিরিয়ার দায়ের আলজুরকে যে নামে ডাকে] শাইতাত অঞ্চলে রাজনৈতিক প্রতিহিংসা।Verräter in Schaitat, al-Kaschakia, dem Distrikt al-Khair [so nennt die ISIS das Gebiet um Deir ez-Zor in Syrien] - Einige der Gesuchten.
20(১) কয়েকজন নিখোঁজ লোকের ছবি। আইএসআইএস এর একই লোগো ব্যবহারকারী আরেকটি একাউন্ট থেকে আইএসআইএস এর সমর্থনে বিভিন্ন লেখা পোস্ট এবং টুইট করা হয়।Ein anderes Benutzerkonto, das dasselbe Logo der ISIS verwendet und zu seiner Unterstützung twittert, hat eine Liste von 2.000 “Apostaten” veröffentlicht und ruft dazu auf, sie umzubringen:
21একাউন্টটি থেকে ২ হাজার জন “বিরোধী” লোকের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।Ein Link mit den Namen von 2.000 Leuten, die im Namen Gottes bestraft werden.
22তাদেরকে হত্যা করারও আহ্বান জানানো হয়েছেঃDer Islamische Staat im Irak und der Levante
23২ হাজার লোকের নাম একটি লিঙ্ক থেকে প্রকাশ করা হয়েছে। তাদেরকে সৃষ্টিকর্তার নামে উৎসর্গ করা হবে।Seit Kurzem tauchen jede Menge brutaler Videos aus dem Irak auf, in denen zu sehen ist, wie Vertreter von Minderheiten, die die ISIS als “Apostaten” bezeichnet, enthauptet werden.
24#ইসলামিক_স্টেট_অব_ইরাক_শাম ইরাক থেকে সাম্প্রতিক দিনগুলোতে এক ঝাক জীবন্ত ভিডিও প্রকাশ করা হয়েছে।Diese moderne Hexenjagd beginnt in virtuellen Räumen auf Plattformen sozialer Medien und hat in Bahrain bereits zu Festnahmen und Folter einer Reihe von Menschen geführt.
25ভিডিওগুলোতে আইএসআইএস “বিরোধী” হিসেবে চিহ্নিত কয়েকজন সংখ্যা লঘু লোকের মাথা কেটে ফেলতে দেখা গেছে।
26ভার্চুয়াল দুনিয়াতে উইচ-হান্টের এই আধুনিক সংস্করণ দেখা যাচ্ছে।2011 fanden in dem ölreichen Land Aufstände statt, die blutig niedergeschlagen wurden.
27এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আগেই সেকেলে হয়ে গেছে। এর ফলে বাহরাইনে বিপুল সংখ্যক লোক গ্রেপ্তার এবং নির্যাতিত হচ্ছে।Im Zuge des scharfen Vorgehens gegen die Proteste wurden Menschen aufgefordert, Namen von “Verrätern” zu nennen und Fotos von ihnen zu zeigen.
28এই ছোট তেল সম্পদে পূর্ণ দ্বীপটিতে ২০১১ সালে একটি জনপ্রিয় উত্থান ঘটতে দেখা যায়।
29এই উত্থানের ফলে একটি রক্তাক্ত আন্দোলন সংঘটিত হয়।Während dieser Hexenjagd twitterte der ehemalige Parlamentarier Mohammed Khalid seinen Followern:
30এই আন্দোলনের একটি অংশে জনগণকে “বিশ্বাসঘাতক” হিসেবে আখ্যায়িত করা হয় এবং তাদের ছবি শেয়ার করা হয়। সেই উইচ-হান্টের সময়ে সাবেক সংসদ সদস্য মোহাম্মাদ খালিদ তাঁর সমর্থকদের উদ্দেশ্যে টুইট করেছেনঃIch hoffe, dass die edlen Anhänger der Alfatih [eine Moschee, die regierungsfreundliche Massen in Bahrain symbolisiert] Bilder der Verräter veröffentlichen wird, die uns gegenüber im Dialog als Friedenstauben auftreten, aber eigentlich heulende Wölfe sind, die unsere Nation verunstalten… Sie werden uns nicht täuschen.
31আমি আলফাতিহের [এটি একটি মসজিদের নাম, যা দিয়ে বাহরাইনের সরকার সমর্থকদেরকে আখ্যায়িত করা হয়] মহান লোকদের সেসব বিশ্বাসঘাতকদের ছবি প্রকাশ করতে বলছি।Viele Seiten fingen an, Fotos von Demonstranten zu posten und dazu aufzurufen, sie ausfindig zu machen. Daraufhin wurden viele derjenigen, die auf den Bildern identifiziert wurden, inhaftiert.
32দেশকে ধ্বংস করে দিতে যখন হায়েনারা একটানা হুঙ্কার দিয়ে চলেছে, তখন আলোচনা চলাকালীন আলফাতিহরাই শান্তির পায়রা হয়ে আমাদের কাছে এসেছেন।
33অনেকগুলো পেজেই প্রতিবাদকারীদের ছবি পোস্ট করা শুরু হয়েছে।Selbst das Staatsfernsehen beteiligte sich an der Kampagne, berichtet The Guardian.
34জনগণকে তাদের শনাক্ত করতে আহ্বান জানানো হয়েছে।Der bahrainische Geschäftsführer Jalal Almosawi erklärt die Situation folgendermaßen:
35ফলাফল স্বরূপ বিপুল সংখ্যক লোককে তাদের ছবি দেখে শনাক্ত করার পর গ্রেপ্তার করা হয়েছে।
36এমনকি রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলও এসব প্রচারাভিযানে অংশ নিয়েছে। বাহরাইনের মোহাম্মাদ জালাল আলমোসাবি এই পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে টুইট করেছেনঃ(Gemeinsam Verräter ausfindig machen) [Name einer Facebookseite, die entfernt wurde, nachdem viele über die Seite identifiziert und festgenommen wurden] Wer von euch Bilder hat von einem Kollegen, soll das schicken… Ihr Araber, wo ist eure Ritterlichkeit?!
37(বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে আমরা একতাবদ্ধ) [শিরোনামের ফেসবুক পেজটি ব্যবহার করে অনেক ভিন্নমতাবলম্বীদের শনাক্ত করা এবং গ্রেপ্তার করা হয়।
38পরে পেজটি সরিয়ে নেয়া হয়েছে] যাদের কাছে নিজের সহকর্মীদের ছবি আছে তারা ছবিগুলো পাঠিয়ে দিন…আপনাদের আত্মসম্মান বোধ কোথায় গেল?
39এটি নৈতিক অবক্ষয়ের এক নিলাম যেন।Das ist ein öffentlicher Ausverkauf moralischen Zerfalls.
40তাদের খুঁজে বের করতে বাহরাইনে এখনও “বিশ্বাসঘাতকদের ছবি” শিরোনামের একটি ওয়েব পেজ অনলাইনে রয়ে গেছে।Arabischsprachige Webseiten für das Veröffentlichen von “Verräterfotos” gibt es immer noch, so dass in Bahrain Menschen identifiziert werden können.
41যারা পেজটি শুরু করেছেন, এ ধরনের প্রচারাভিযানের প্রচার ঘটিয়েছেন বা এতে অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপই গ্রহণ করা হয়নি।Es werden keine Maßnahmen gegen die ergriffen, die diese Seiten aufgesetzt haben, weiterverbreiten oder an derartigen Kampagnen teilnehmen.
42২০১১ সাল থেকে ইলেক্ট্রনিক উইচ-হান্ট বিকশিত হয়েছে।Die elektronische Hexenjagd entwickelt sich seit 2011 ständig weiter.
43টুইটার এবং ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের শনাক্ত করতে এবং তাদেরকে গ্রেপ্তার করতে এখন স্পাইওয়্যার ব্যবহার করা হচ্ছে।Die Organisation Bahrain Watch berichtet auf Englisch über Spionagesoftware, die zum Einsatz kommt, um Nutzer von Twitter und Instagram zu identifizieren und festzunehmen (Global Voices-Bericht auf Englisch).