# | ben | deu |
---|
1 | বাংলাদেশে ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে পরিচিত হিজড়ারা প্রথমবারের মতো প্রাইড প্যারেড উদযাপন করলেন | Hijras, das “dritte Geschlecht” in Bangladesch, feiert die allererste Pride Parade |
2 | রবিবারে ঢাকায় হিজড়া প্রাইড উত্সব ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। | Die Pride Parade 2014 der Hijra begann am Sonntag in Bangladesch. |
3 | ছবিটি তোলা হয়েছে শাহবাগের রাজু চত্ত্বরে। | Das Foto wurde aufgenommen von Sahabgh Raju Circle in Dhaka. |
4 | ছবি তুলেছেন আনোয়ার হোসেন জয়। | Bild von Anwar Hossain Joy. |
5 | স্বত্ত্ব: ডেমোটিক্স (৯/১১/২০১৪) | Copyright Demotix (9/11/2014) |
6 | বাংলাদেশের রাজধানী ঢাকায় গেল সপ্তাহে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় হিজড়া প্রাইড। | Ungefähr tausend Hijras nahmen an Bangladeschs allererster Hijra “Pride Parade” (Parade der Selbstachtung), in der Hauptstadt Dhaka, letzte Woche teil, um den ersten Jahrestag zu feiern. |
7 | তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত হিজড়া সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ এতে অংশ নেন। | Denn vor einem Jahr hatte die Regierung sie offiziell als eigenes Geschlecht anerkennt. |
8 | আলাদা লিঙ্গ হিসেবে সরকারি স্বীকৃতি পাওয়ার প্রথম বার্ষিকী পালন উপলক্ষ্যে এই প্রাইডের আয়োজন করা হয়েছিল। | Hijra ist eine weibliche Geschlechtsidentität, die einige Menschen annehmen, die männlich oder intersexuell geboren wurden und ist in vielen Ländern auch unter dem Begriff Transgender bekannt. |
9 | বাংলাদেশে প্রায় ১০ হাজারের মতো হিজড়া আছেন। তারা নানা ধরনের বৈষম্যের শিকার হন। | Die mehr als 10.000 Hijras wurden lange Zeit in Bangladesch diskriminiert. |
10 | প্রথমবারের মতো আয়োজিত প্রাইড প্যারেডে হিজড়ারা রাস্তায় নেমে বর্ণিল পোশাক পরে নাচে গানে অংশ নেন। এ সময়ে তারা জাতীয় পতাকা এবং ব্যানার বহন করেন। | An dieser ersten Pride Parade tanzten und sangen Teilnehmende in farbenfrohen Kleidern in den Straßen und trugen Landesflaggen und Banner mit Aufschriften wie beispielsweise “Die Tage der Stigmatisierung, Diskriminierung und Angst sind vorbei”. |
11 | ব্যানারে “ঘুচলো কলঙ্ক, বৈষম্য ও ভীতি, আমরাও মানুষ পেলাম তৃতীয় লিঙ্গের স্বীকৃতি” লেখা যায়। | |
12 | হিজড়া প্রাইডের কিছু ছবি রইলো নিচে: | Hier nun einige Momentaufnahmen der Veranstaltung: |
13 | ‘হিজড়া প্রাইড' উপলক্ষ্যে জাতীয় পতাকা নিয়ে ঢাকার রাসতআয় শোভাযাত্রা চলছে। | Menschen laufen mit der Nationalflagge in Dhaka und zeigen damit den ‘Hijra Stolz'. |
14 | ছবি নিয়েছেন সনি রামানি। | Bild von Sony Ramany. |
15 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪) | Copyright Demotix (10/11/2014) |
16 | জাতীয় প্রেস ক্লাবের পাশে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির'র বর্ণিল শোভাযাত্রা। | Die bunte Kundgebung wurde von der “Sozialen Wohlfahrtsgesellschaft Bandhu” organisiert und fand in der Nähe des Presseclubs statt, in Dhaka. |
17 | ছবি তুলেছেন এসকে হাসান আলি। | Bild von SK Hasan Ali. |
18 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪) | Copyright Demotix (10/11/2014) |
19 | বাংলাদেশে উদযাপিত হলো হিজড়া প্রাইড ২০১৪। | Ausgelassene Stimmung bei der ‘Dritten Geschlecht (Hijra) Pride Parade 2014′ in Bangladesch. |
20 | ছবি তুলেছেন এসকে হাসান আলি। | Bild von Sk. Hasan Ali. |
21 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪) | Copyright Demotix (10/11/2014) |
22 | 'হিজড়া প্রাইড ২০১৪' উদযাপনের একটি মুহূর্ত। | Feiern bei der Hijra Pride Parade. |
23 | ছবি তুলেছেন মোহাম্মদ আসাদ। | Bild von Mohammad Asad. |
24 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪) | Copyright Demotix (10/11/2014) |
25 | প্রাইড প্যারেডের সময় একজন হিজড়া নাচছেন। | Hijra-TänzerInnen aus Bangladesch in den Straßen während der Pride Parade. |
26 | ছবি তুলেছেন ইন্দ্রজিৎ ঘোষ। | Bild von Indrajit Ghosh. |
27 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)। | Copyright Demotix (10/11/2014) |
28 | হিজড়া প্রাইড চলাকালে আয়োজন করা হয়েছিল সৌন্দর্য প্রতিযোগিতার। | Hijra feierten mit einem Schönheitswettbewerb am Abend. |
29 | তারই একটি মুহূর্ত। | Bild von Mohammad Asad. |
30 | ছবি তুলেছেন মোহাম্মদ আসাদ। | Copyright Demotix (10/11/2014) |
31 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)। | ‘Hijra Pride 2014' endete mit einer Talentshow. |
32 | প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয় ‘হিজড়া প্রাইড ২০১৪'। | |
33 | ছবি তুলেছেন মোহাম্মদ আসাদ। | Bild von Mohammad Asad. |
34 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১০/১১/২০১৪)। | Copyright Demotix (10/11/2014) |
35 | শুধূ হিজড়ারাই নন, সাধারণ মানুষও এই আয়োজনে যোগ দেন। | Menschen feierten mit ihnen und unterstützen sie über Twitter: |
36 | টুইটারের মাধ্যমে সমর্থনের কথা জানান: বাংলাদেশের মতো মুসলিম দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হিজড়া প্রাইড। | Die allererste Transgender-Parade in Dhaka, einem Land mit mehrheitlich muslimischer Bevölkerung. |
37 | হিজড়া প্রাইড ২০১৪ আয়োজনের একটি অংশ ছিল মেহেদি উৎসবের। | Das Hena Fest ist ein Teil der Hijra Parade 2014 in Bangladesch. |
38 | ডিজাইনারদের সবাই এসেছিলেন হিজড়া সম্প্রদায় থেকে। | Alle Designer gehören der Hijra-Gemeinschaft an. |
39 | বাংলাদেশের হিজড়া সম্প্রদায়কে অভিনন্দন। | Gratulation an die Hijra-Gemeinschaft in Bangladesch. |
40 | এভাবেই হোক সামনের দিকে এগিয়ে যাওয়া। | Das bringt uns nach vorne! |