# | ben | deu |
---|
1 | নারী শিক্ষার্থীর নৃশংস মৃত্যু, তুরস্ক জুড়ে শোকের ছায়া | Die Türkei trauert um eine brutal ermordete Studentin |
2 | ২০ বছর বয়সী অজ্জিকেন আসলানের ছবি। তুরস্কের মার্সিনে তাকে অপহরণের পর হত্যা করা হয়। | Ein Foto von Özgecan Aslan, einer 20-jährigen Frau, die in der türkischen Stadt Mersin entführt und ermordet wurde. |
3 | ছবিটি ব্যাপক আকারে শেয়ার হয়। | Weitverbreitet. |
4 | বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২০ বছর বয়সী অজ্জিকেন আসলান ফেব্রুয়ারির ১১ তারিখে নিখোঁজ হয়েছিলেন। | Die Türkei steht nach dem Fund der verkohlten Leiche der 20-jährigen Studentin Özgecan Aslan unter Schock. |
5 | ফেব্রুয়ারির ১৩ তারিখ, শুক্রবারে নদীর পাড়ে তার মৃতদেহ পাওয়া যায়। | Die Studentin galt seit dem 11. Februar als vermisst, am Freitag wurde ihre Leiche nun in einem Flussbett gefunden. |
6 | ২৬ বছর বয়সী একজন বাস চালক তাকে হত্যার কথা স্বীকার করেছে। | Ein 26-jähriger Busfahrer hat den Mord an der jungen Frau gestanden. |
7 | সুফি আলটিনদোকেন নামের ওই বাস চালকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। | Suphi Altindoken, gegen den jetzt eine Anklage wegen Mordes läuft, sollte sie nur nach Hause bringen. |
8 | ধারণা করা হচ্ছে মেয়েটি ওই বাস চালকের গাড়িতে করে বাড়ি ফিরছিল। | Er selbst sagte aus, dass er zuerst versucht habe, Aslan zu vergewaltigen. |
9 | বাস চালকের জবানবন্দি অনুযায়ী, প্রথমে সে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। | |
10 | কিন্তু মেয়েটি বাধা দেয়। একপর্যায়ে, তাকে ছুরিকাঘাত করে। | Als sie Widerstand leistete, erstach er sie. |
11 | এতে মেয়েটি মারা যায়। হত্যা করার পরে আলামত ধ্বংস করার জন্য আলটিনদোকেন, তার বাবা এবং বন্ধু ফাতিহ গোকি মিলে লাশটি পুড়িয়ে ফেলে। | Nach der Tat verbrannte Altindoken zusammen mit seinem 50-jährigen Vater und seinem Freund Fatih Gökce die Leiche, um die Beweise zu vernichten. |
12 | নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা প্রতিদিনই ঘটছে | Die alltägliche Gewalt gegen Frauen |
13 | তুরস্কে নারীর বিরুদ্ধে সহিংসতা যেন প্রাত্যহিক রুটিনে পরিণত হয়েছে। তবে একজন অল্প বয়সী নারীর এমন দু:খজনক হত্যাকাণ্ডে দেশজুড়ে আলোড়ন তুলেছে। | In einem Land, in dem Gewalt gegen Frauen erschreckend alltäglich geworden ist, löste der traurige, brutale und unmenschliche Tod der jungen Frau eine Welle der Empörung in der Bevölkerung aus. |
14 | সাধারণ জনতা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। | |
15 | যখন আসলানের লাশ পাওয়া গেল, তখন হাজার হাজার জনতা ন্যায় বিচারের দাবিতে এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। | Seit dem Fund ihrer Leiche versammeln sich in der ganzen Türkei tausende Menschen, um Gerechtigkeit für Aslan und ein Ende der Gewalt gegen Frauen zu fordern. |
16 | আসলানের নৃশংস মৃত্যুর খবর শুনে ট্র্যাবজোন শহরে হাজারো জনতা রাস্তায় নেমে এসেছিলেন। সেই সংক্ষুব্ধ জনতার ছবি রইলো নিচে: | Ein Foto von einer Demonstration für Aslan in der Stadt Trabzon am Schwarzen Meer zeigt, wieviele Menschen ihr Tod wirklich aufgerüttelt hat: |
17 | অজ্জিকেন আসলানের জন্য ট্র্যবজোনের হাজারো জনতা রাস্তায় নেমেছে। | Tausende Menschen gehen in Trabzon für Özgecan Aslan auf die Straße. |
18 | আসলানের ঘটনার আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা #অজ্জিকেনআসলান, অজ্জিকেনের জন্য কালো কাপড় পরিধান করুন হ্যাশট্যাগ ব্যবহার করেন। | Auch in den sozialen Medien diskutierten die Menschen unter den Hashtags #OzgecanAslan, #Ozgecanicinsiyahgiy (tragt schwarz für Özgecan) über den Fall Aslan. |
19 | আপনি কি আমাদের সাথে রাস্তায় নামতে চান? | Steht ihr zu uns? |
20 | তাহলে ফেব্রুয়ারির ১৬ তারিখে #অজ্জিকেনআসলান-এর জন্য কালো কাপড় পরে আসুন। | Tragt SCHWARZ für #ÖzgecanAslan am 15. Februar 2015 [Geschützter Tweet] |
21 | নারীদের কীভাবে প্রতিবাদ করতে হবে তা না শিখিয়ে পুরুষদের কীভাবে আচরণ করতে হয় তা শেখান। | Statt Frauen beizubringen, um Hilfe zu rufen, sollte man Männern beibringen, sich zu benehmen. |
22 | #অজ্জিকেনআসলান #Ozgecanicinsiyahgiy. | #OzgecanAslan #Ozgecanicinsiyahgiy. |
23 | সীমাহীন অন্ধকারের গল্প | Unzählige Geschichten und kein Ende in Sicht |
24 | আসলানের নৃশংস হত্যাকাণ্ড তুরস্কে একটি হ্যাশট্যাগের জন্ম দেয়। সেটা হলো: আপনার গল্পও বলুন। | Der Mord führte auch dazu, dass das Hastag #sendeanlat (erzähl auch deine Geschichte) eingeführt wurde, um die Erfahrungen anderer Frauen mit Belästigung und Gewalt zu sammeln. |
25 | এটার মাধ্যমে তুরস্কের নারী জীবনের সহিংস অভিজ্ঞতার বয়ান উঠে আসে। | |
26 | টুইটারে পাওয়া কয়েকটি অভিজ্ঞতার বয়ান শুনুন তাহলে: | Eine Suche auf Twitter ergibt tausende Treffer: |
27 | রাতের বেলায় বাসে, মিনিবাসে কিংবা ডুলমাসে (এক ধরনের গণপরিবহন) যখন নিজেকে একা আবিস্কার করি, তখন খুব নিরাপত্তাহীনতায় ভুগি। | Ich fühle mich unwohl, wenn ich merke, dass ich spät am Abend die einzige Frau im Minibus, Bus oder Dolmus [ein öffentliches Verkehrsmittel in der Türkei] bin. |
28 | #sendeanlat. | #sendeanlat. |
29 | বাস স্টপেজে কিংবা রাস্তায় আপনি যখন গাড়ির অপেক্ষায় থাকেন, তখন কোনো পুরুষ আপনার মনোযোগ আকর্ষণের চেষ্টা করলে কেমন লাগে? | Was ist mit den Männern, die mit dem Auto neben einem anhalten, wenn man an der Bushaltestelle steht oder am Straßenrand auf ein Taxi wartet? |
30 | #sendeanlat | #sendeanlat |
31 | নিজের নির্যাতনের শিকার হওয়ার গল্প বলার পর মানসিক নির্যাতন পদ্ধতি প্রয়োগ করা হয়: তুমি এটা করতে পারো না, তুমি দূর্বল ইত্যাদি। | #sendeanlat Dann gibt es da noch die vielen Formen der psychischen Schikane: ‘Du kannst das nicht', ‘Du bist schwach', etc. |
32 | এই হ্যাশট্যাগের অধীনে কিছু লেখার বিষয় চিন্তা করলাম। পরে কল্পনায় দেখতে পেলাম, যা টুইট করতে চাই, তা পোস্ট না করে ডিলিট করে দিয়েছি। | Denkt nur an die vielen Dinge, die unter diesem Hashtags geschrieben wurden und dann stellt euch vor, wieviele Tweets gelöscht und niemals abgeschickt wurden. |
33 | সহিংসতার গল্প বলা সম্ভব নয়। | Dafür gibt es keine Worte. |
34 | #sendeanlat | #sendeanlat |
35 | সুশীল সমাজ প্রায়ই নারীর প্রতি সহিংসতা ও লিঙ্গ সমতা নিয়ে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এবং ক্ষমতাসীন জাস্টিস পার্টির সমালোচনা করে থাকে। | Staatsbeamte und Mitglieder der konservativen Regierungspartei AKP (Gerechtigkeit) wurden bereits häufig von der Öffentlichkeit für ihre schwache Haltung zu Gewalt gegen Frauen und Gleichberechtigung der Geschlechter kritisiert. |
36 | যদিও ফেব্রুয়ারির ১৫ তারিখে আনাতায়ায় আসলানের আয়োজিত সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী আহমেত ডাভুতোগলু বলেছেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার তিনি তাই নিবেন। | Der türkische Premierminister Ahmet Davutoglu versprach bei einer Kundgebung für Aslan in Antalya am 15. Februar zwar, “alles nötige” zu tun, um Gewalt gegen Frauen zu stoppen. |
37 | যদিও এই সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে সরকার এখন পর্যন্ত যুক্তিযুক্ত প্রস্তাব পেশ করেনি। | Bisher hat die Regierung allerdings noch keine konkreten Vorschläge vorgelegt, wie dieses Problem bekämpft werden soll. |
38 | রাষ্ট্রের মধ্যে আইডিয়ার অভাব থাকলেও নুরুল্লাহ আরডিকের মতো বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলোচনায় যোগ দিয়েছেন। | Während der Staat noch keine Ideen vorgestellt hat, schalten sich nun auch andere Personen des öffentlichen Lebens wie der Universitätsdozent Nurullah Ardıc in die Debatte ein. |
39 | তবে আরডিকের নারীদের জন্য সংরক্ষিত গোলাপি বাসের ধারণা তুর্কি সংস্কৃতির গভীরে প্রোথিত লিঙ্গীয় কুসংস্কার সমাধানে কোনো ভূমিকা রাখবে না। | Ardıcs Vorschlag ‘pinkfarbener Buse‘ - farblich gekennzeichnete öffentliche Verkehrsmittel ausschließlich für Frauen - scheint die tiefverwurzelten geschlechtsspezifischen Vorurteile in der türkischen Gesellschaft eher hervorzuheben als sie zu beseitigen. |