Sentence alignment for gv-ben-20150601-49023.xml (html) - gv-deu-20150528-28837.xml (html)

#bendeu
1দুবাইয়ের রাস্তায় নারীরা গৎবাধা ধারণা ভেঙ্গে হার্লে ডেভিডসন চালাচ্ছেAuf Dubais Straßen schmeißen sich Frauen auf ihre Harleys und zerschlagen Vorurteile
2দুবাইয়ে ‘আন্তর্জাতিক মহিলা যাত্রা' দিনে একজন মহিলা মোটরবাইক চালক।Eine Fahrerin auf dem “International Female Ride Day” in Dubai.
3কৃতজ্ঞতা: আমান্ডা ফিসার।Credit: Amanda Fisher.
4পিআরআই'র অনুমতি নিয়ে প্রকাশিত।Veröffentlicht mit PRI's Genehmigung
5এই নিবন্ধ এবং রেডিও রিপোর্ট মূলত শিরিন জাফারি করেছেন দ্য ওয়ার্ল্ড এর জন্য, যা PRI.org এ ১৮ মে, ২০১৫ প্রকাশিত হয়, এবং নিবন্ধ ভাগের চুক্তির অংশ হিসেবে এখানে পুনরায় প্রকাশ করা হয়েছে।Dieser Artikel und Radio Report von Shirin Jaafari für The World wurde ursprünglich von PRI.org am 18. May 2015 veröffentlicht und erscheint hier wurde hier im Rahmen einer gemeinsamen Nutzungsvereinbarung.
6“আমি যখন বাইক চালাই, আমার মনে হয় পুরো দুনিইয়াটা আমার।”“Wenn ich fahre, fühle ich mich als wenn mir die Welt gehört.”
7ঠিক এইভাবেই ডানা আদম তার মোটরবাইক চালানর অভিজ্ঞতা তুলে ধরেন - অন্য কোন বাহক নয়, হার্লে ডেভিডসন - দুবাইয়ের বিস্তৃত মহাসড়ক জুড়ে।Dies ist, wie Dana Adam ihre Erfahrung auf der Fahrt mit dem Motorrad - einer Harley-Davidson, nicht weniger - über die weitreichenden Autobahnen von Dubai beschreibt.
8ডানা আদম তার আসল নাম নয়; তাকে ছদ্মনাম ব্যবহার করতে হচ্ছে কারণ যে ইয়েমেনের একটি রক্ষণশীল পরিবারের মেয়ে, যেখানে মটরসাইলেক চালানো শুধুমাত্র স্বপ্ন।Dana Adams ist nicht ihr richtiger Name; Sie benutzt ein Pseudonym weil sie von einer einflussreichen, konservativen Familie im Jemen stammt, wo Motorrad fahren nur ein Traum war.
9“ইয়েমেনে এটা নিষিদ্ধ,” সে বললো।“Es ist nicht akzeptabel im Jemen”, sagt sie.
10“কোন মহিলা বাইক চালায় না।Keine Frau fährt ein Motorrad.
11আমার পরিবার আমাকে তা কখনো করতে দেয় না।”Meine Familie würde mir es nie erlauben.”
12কড়া চায়ের জন্য থামার পর আবার মহাসড়কে হার্লে ডেভিডসন রাইডার্স।Wieder auf dem Weg nach einem kurzen Boxenstopp bei Karak Chai.
13কৃতজ্ঞতা: আমান্ডা ফিসার।Credit: Amanda Fisher.
14পিআরআই'র অনুমতি নিয়ে প্রকাশিত।Veröffentlicht mit der Genehmigung von PRI
15কিন্তু দুবাইয়ে ডানা তার স্বপ্নের পেছনে ছুটছে - এবং সে একা নয়।Aber in Dubai folgt Dana ihrem Traum und sie ist nicht die einzige.
16এখানে একদল মহিলা চালক রয়েছেন এবং রিপোর্টার আমান্ডা ফিসার ঠিক করেন যে, তিনি তাদের সাথে কিছু সময় কাটাবেন।Es gibt eine ganze Gruppe von Fahrerinnen in Dubai. Die Reporterin Amanda Fisher beschloss, einige Zeit mit ihnen zu verbringen.
17“আমি অনুভব করেছি এখানে কত শত শক্ত মনের নারী বাস করছেন, যারা নিগৃহীত আরব নারীর প্রতিচ্ছবি থেকে বেরিয়ে আসছেন।” ফিসার বলেন।“Mir wurde bewusst, wie viele starke Frauen es hier gibt, die dem Cliché der unterdrückten arabischen Frau trotzen”, sagt Fisher.
18ফিসার আর একজন চালকের গল্প বলেন, যার নাম সিমা মেহরি। সিমা একজন ইরানি নারী যার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মোটরবাইক চালানো।Sie erzählt die Geschichte einer anderen Fahrerin, Shima Mehri, einer iranischen Frau, die seit sie ein kleines Mädchen war, ein Motorrad fahren wollte.
19ইরানে নারীদের গাড়ি চালানর অধিকার আছে কিন্তু জনসমক্ষে মোটরবাইক চালানো অবৈধ।Es ist Frauen erlaubt Autos zu fahren, aber es ist illegal Motorräder in der Öffentlichkeit zu fahren.
20মেহরি এবং তার স্বামী দুবাইয়ে আসেন যখন তার বয়স ২৯, এবং এরপর তিনি তার মটরসাইকেল লাইসেন্স নেন।Mehri und ihr Mann zogen nach Dubai als sie 29 Jahre alt war, wo sie endlich ihren Motorradführerschein machte.
21“দুবাই পৌছানোর পরপরই, আমি বললাম,'ঠিক আছে, এখনি সময়,'” মেহরি ফিসারকে জানান।“Sobald ich nach Dubai zog, sagte ich: Ok, jetzt ist es an der Zeit,” erzählte sie Fisher.
22মেহরি তার সিদ্ধান্ত সম্পর্কে তার মাকে অবহিত করে, কিন্তু তিনি তা সহজএ মেনে নেননি।Aber Dinge verliefen nicht reibungslos, als sie ihrer Mutter ihre Entscheidung mitteilte.
23তিনি হতাশ হন এবং চিন্তিত ছিলেন মেহরি'র পরিবারের প্রতিক্রিয়ার কথা চিন্তা করে।Sie war enttäuscht und besorgt über die Reaktion die Mehris Fahrerei in der Familie hervorrufen würde.
24আন্তর্জাতিক মহিলা যাত্রার দিনে দুবাই লেডিস অব হার্লে রাইডার্স এর নেতৃত্বে সিমা মেহরি।Shima Mehri, Vorreiterin der “Dubai Ladies of Harley Driver” auf dem International Female Ride Day.
25কৃতজ্ঞতা: আমান্ডা ফিসার।Foto: Amanda Fisher.
26পিআরআই'র অনুমতি নিয়ে প্রকাশিত।Veröffentlicht mit der Genehmigung von PRI.
27কিন্তু মেহরি'র মা শুধু মেনেই নেননি, একসময় যে তিনি মোটরবাইক চালিয়েছেন তা তিনি স্বীকার করেছিলেন।Mehris Mutter kam nicht nur zu sich, aber gestand auch, dass sie selbst einmal Motorräder gefahren sei.
28“[মেহরি] মা'র কাছ থেকে একটি ছবিসহ বার্তা পেয়েছে, এবং সেই ছবিতে মেহরি'র মা ১৮ বছর বয়সে বাইক চালাচ্ছেন,” ফিসার জানান।“Mehri bekam eine Nachricht von ihrer Mutter mit einem Foto, auf dem war ihre 18-jährigen Mutter auf einem Motorrad zu sehen”, sagte Fisher.
29ফিসার জানান দুবাই হার্লে ডেভিডসন দলটি খুবই সংঘবদ্ধ, চালকেরা নিরাপত্তার জন্য মিশ্র দলের সাথে বের হন,নিরাপত্তা ছাড়াও আনন্দ যার একটি কারণ।Fisher sagt, dass die Harley-Davidson Gruppe eine eng verbundene Gemeinschaft ist. Die Frauen fahren in gemischten Gruppen aus Sicherheitsgründen, aber auch weil es zusammen mehr Spaß macht.
30আন্তর্জাতিক মহিলা যাত্রার দ্বিতীয় দিন শেষে হার্লে রাইডার্স সদস্যরা দুবাইয়ে ফিরছেন।“Dubai Ladies of Harley Drivers” auf ihrem Weg zurück nach Dubai.
31কৃতজ্ঞতা: আমান্ডা ফিসার।Foto: Amanda Fisher.
32পিআরআই'র অনুমতি নিয়ে প্রকাশিত।Veröffentlicht mit der Genehmigung von PRI.
33“হার্লে রাইডার্স তাদের নিজেদের কাছে এক বর্ধিত পরিবার,” সে জানায়।“Die Harley Bande ist quasi eine Erweiterung der Familie”, sagt sie.
34তাছাড়া অধিকাংশ সদস্য দুবাইয়ে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিক।Das ist auch so, weil die meisten Mitglieder Frauen sind, die als Einwanderinnen nach Dubai gekommen sind.
35“দুবাই বিভিন্ন দেশি মানুষের মিলনস্থল,” গ্রুপ সম্পর্কে ফিসার বলেন.“Es ist so ein Schmelztiegel”, sagt Fisher über die Gruppe.
36“এখানে রাশিয়ান, পোলিশ, মরক্কান, লেবানিজ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।”“Es gibt Russinnen, Polinnen, Deutsche, Marokkanerinnen und Libanesinnen.”
37আন্তর্জাতিক মহিলা যাত্রার দিনে পথে দুবাই লেডিস অব হার্লে রাইডার্সের সদস্যারা কৃতজ্ঞতা: আমান্ডা ফিসার।Eine “Dubai Lady of Harley Drivers” auf der Straße während des International Female Ride Day. Foto: Amanda Fisher.
38পিআরআই'র অনুমতি নিয়ে প্রকাশিত।Veröffentlicht mit der Genehmigung von PRI.
39গরমের কারণে বাইকচালকেরা গরমকালে যত ভোরে সম্ভব বাইক চালানো শুরু করেন।Aufgrund der sengenden Hitze, sagt Fisher, gehen die Fahrer früher am Morgen los, da der Sommer immer näher kommt.
40কিন্তু গরমের হাত থেকে বাঁচার জন্য তাদেরও একটি পদ্ধতি আছে, তা হচ্ছে আইস বা বরফ জ্যাকেট।Aber sie fanden auch einen neuen Weg der Hitze aus dem Weg zugehen: Eis-Jacken.
41একটি আস্তরণের আছে জ্যাকেটে, যার মধ্যে বাইকচালকরা বরফ রাখতে পারেন, যা তাদেরকে কয়েক ঘন্টার জন্য শীতল রাখে।Die Fahrerinnen haben ein Futter, wo sie Eis reinstecken können, welches sie für ein paar Stunden kalt hält.
42“এই মেয়েদের রাস্তায় যাওয়া থেকে বিরত রাখতে অনেক কষ্ট করতে হবে!” বলেছেন ফিসার।“Es wäre ein großer Aufwand diese Frauen von der Straße zu holen”, sagt Fisher.