# | ben | deu |
---|
1 | আফ্রিকার শীর্ষ রাজনৈতিক টুইটার ব্যবহারকারী? | Afrikas führende politische Twitterer? |
2 | চলুন গার্ডিয়ানের তালিকা ত্রুটিমুক্ত করি | Lasst uns die Liste von The Guardian aufräumen |
3 | ৩০ অক্টোবর ২০১২ দ্যা গার্ডিয়ান পত্রিকায় “আফ্রিকার শীর্ষ টুইটার ব্যবহারকারী: “ডিজিটাল বিতর্কে রাজনৈতিক অগ্রদূতেরা” শীর্ষক প্রতিবেদনটি প্রকাশিত হয় । | Am 30. Oktober 2012 veröffentliche The Guardian den Artikel ‘Afrikas Top Twitterer: Politische Pioniere in der digitalen Debatte' [en]. |
4 | দ্যা গার্ডিয়ানের ডেভিড স্মিথ কি এই নমুনা দিয়ে খুব সহজেই পার পেয়ে যাবেন? | Ist David Smith von The Guardian mit dem Artikel zu einfach davongekommen? |
5 | গ্লোবাল ভয়েসেসের সাব সাহারান আফ্রিকার ব্লগারেরা অন্তত তাই মনে করেন। | Die Global-Voices-Blogger aus Subsahara-Afrika finden schon. |
6 | এই তালিকা থেকে বেশ কিছু দেশকে বাদ দেওয়া হয়েছে এবং সেখানে একজনও ফ্রাঙ্কোফোন অথবা লুসোফোন রাজনীতিবিদের নাম নেই। | Zahlreiche Länder wurden ausgelassen und nicht ein einziger frankophoner oder portugiesischsprachiger Politiker ist auf der Liste verzeichnet. |
7 | এছাড়া নারীরা কোথায়? | Und wo sind die Frauen? |
8 | আফ্রিকার নারী রাজনীতিবিদরাও এগিয়ে যাচ্ছেন। | Afrikas Politikerinnen sind auf dem Vormarsch. |
9 | বর্তমানে মালাউই ও লাইবেরিয়ার প্রেসিডেন্ট মহিলা, যেখানে অতি সাম্প্রতিক সময়ে আফ্রিকার সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিশ না পেরুনো একজন উগান্ডান তরুণী। | Malawi und Liberia haben derzeit Präsidentinnen und in Uganda wurde kürzlich ein Mädchen im Teenageralter jüngste Parlamentsabgeordnete Afrikas. |
10 | গুরুত্বপূর্ণ জনগণ এবং দেশগুলো কি সত্যিই দ্যা গার্ডিয়ানের তালিকায় চিহ্নিত হয়েছে? | Sind zentrale Personen und Länder wirklich auf der Liste von The Guardian verzeichnet? |
11 | তালিকাটিতে কোন রাজনীতিবিদদের* প্রকৃতই থাকা উচিৎ? | Welche Politiker* sollten wirklich auf der Liste sein? |
12 | সেখানেও অনুসারী বনাম সম্পৃক্ততা বিষয়টিও বিবেচ্য । | Und wie wird zwischen Followern vs. Engagement unterschieden. |
13 | যেহেতু তালিকাটি আসলেই “ডিজিটাল বিতর্কে রাজনৈতিক অগ্রদূতেরা” এর সম্পর্কে তাই আমাদের গোত্রের কিছু সদস্য লক্ষ্য করেছেন যে অনুসারীদের সংখ্যা এবং বিতর্ক /সম্পৃক্ততা মাঝে বড় ধরণের পার্থক্য থাকতে পারে। | Einige unserer Community-Mitglieder unterstrichen, dass zwischen der Anzahl der Followern und dem Maß an Debatten/Engagement ein riesiger Unterschied bestehen kann, denn die Liste dreht sich letztendlich um ‘politische Pioniere in der digitalen Debatte'. |
14 | একজন সদস্য বলেছেনঃ | Ein Mitglied sagte: |
15 | কেনিয়ার মার্থা কারুয়ার মতো রাজনীতিবিদরা আরও বেশী টুইটারে যুক্ত হচ্ছেন, যদিও তাদের অনুসারীর সংখ্যা অন্যান্য শীর্ষ রাজনীতিবিদদের চেয়ে অনেক কম। | Politiker wie Martha Karua in Kenia sind auf Twitter sehr aktiv, obwohl sie weniger Follower haben, als andere hochrangige Politiker. |
16 | মার্চ ২০১১, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাজামি মুসানজে শহরের ইবিরুঙ্গা টেনিস কোর্টে শিশুদের সাথে সাক্ষাৎ করেন। একজন কেনিয়ান ব্লগারের পাঠানো টুইটার আমন্ত্রণে তিনি সেখানে যান। | Auf Einladung eines kenianischen Bloggers via Twitter besucht Paul Kagame, Präsident Ruandas, im März 2011 Kinder am Ibirunga Tennisplatz in der Stadt Musanze. |
17 | ছবিটি স্যাভিকেনিয়ার সৌজন্যে । | Foto von SavyKenya |
18 | আমরা আরো বেশী বুদ্ধি-শক্তি সম্পন্ন একটি ব্যাপক বিকল্প তালিকা করার সিদ্ধান্ত নিয়েছি। | Wir haben beschlossen, eine umfassende alternative Liste zu crowdsourcen. |
19 | আপনিও এতে অবদান রাখতে পারেনঃ | Hier kannst Du dazu beitragen. |
20 | যখন আপনি একজন রাজনীতিবিদকে এই তালিকায় যোগ করবেন, অনুগ্রহ করে নিচের তথ্যগুলো সরবরাহ করুনঃ | Wenn Du einen Politikernamen zu dem Dokument hinzufügst, stelle bitte die folgenden Informationen zu Verfügung: |
21 | তালিকাতে নাম যোগ করে অথবা আফ্রিকার ডিজিটাল বিতর্কে রাজনৈতিক অগ্রদূত হিসেবে কাদের বিবেচনা করা উচিৎ তা নির্বাচনের সর্বোত্তম পদ্ধতির প্রস্তাব করে অনুগ্রহ করে আমাদের সাথে অংশ নিন। | Bitte unterstütze uns, indem Du an der Liste mitarbeitest oder indem Du Vorschläge für einen geeigneten Auswahlmechanismus für die Wahl der politischen Pioniere in der digitalen Debatte in Afrika vorschlägst. |
22 | *আমরা সক্রিয় রাজনীতিবিদদের (রাজনৈতিক টুইপকারি অথবা নেতাদের নয়) উপর মনোযোগ দিচ্ছি। | * Der Fokus liegt auf aktiven Politikern (nicht auf Tweeps mit politischem Inhalt oder öffentlichen Führungspersonen). |