# | ben | deu |
---|
1 | আফগানী র্যাপশিল্পী বাল্যবিবাহ বিষয়ে গান গেয়ে বাল্যবিবাহ করা থেকে নিষ্কৃতি পায় | Afghanische Rapperin entkam Zwangsheirat, indem sie darüber sang |
2 | আফগানী র্যাপশিল্পী সোনিটা আলীজাদেহ ‘বিক্রয়ের জন্য বধূ' শীর্ষক গানটি লিখে ১৪বছর বয়েসে জোর করে বিয়ে করার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে যায়। | Die afghanische Rapperin entkam knapp einer Zwangsheirat, die für sie im Alter von 14 Jahren vorgesehen war, indem sie den Song “Bräute zu verkaufen” schrieb. |
3 | সম্পতি সে ক্যালিফর্নিয়ার পশ্চিম ওকল্যাণ্ড পরিদর্শন করে খুবই অবাক হয়েছে যে ইরান ও আফগানিস্তানের মতো আমেরিকাতেও দরিদ্র এলাকা ও গৃহহীন মানুষ আছে। | |
4 | শুকা কালান্তারির সৌজন্যে। | Bildquelle: Shuka Kalantari. |
5 | পিআরআই-এর অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে। | Veröffentlicht mit der Genehmigung von PRI. |
6 | দ্যা ওয়ার্ল্ড এর জন্য শুকা কালান্তারি লেখা এই প্রবন্ধ ও বেতার প্রতিবেদন সর্বপ্রথম ২০১৫ সালের মে মাসের ১২ তারিখে পিআরআই. অর্গ এ প্রকাশিত হয়, এবং সংবাদ-বিনিময় চুক্তির অংশ হিসেবে এখানে পুনপ্রকাশিত হয়। | Dieser Beitrag und diese Radioreportage von Shuka Kalantari für The World erschien ursprünglich am 12. Mai 2015 auf PRI.org, ist hier auf Englisch nachzuhören und wird hier im Rahmen eines Abkommens zur Bereitstellung von Inhalten zur gemeinsamen Nutzung wiederveröffentlicht. |
7 | আমার সাথে সোনিটা আলীজাদেহ-এর প্রথম দেখা হয় যখন সে তার প্রথম যুক্তরাষ্ট্র সঙ্গীতানুষ্ঠানে গান গাইতে শহরে আসে। | Ich traf Sonita Alizadeh in San Francisco als sie zu ihrem ersten Konzert in den USA einflog. |
8 | আমরা হাঁটছিলাম তখন যে হঠাৎ থেমে যায় ও একটি লোকের দিকে তাকিয়ে থাকে যে তার মেয়ে দু'জনের সাথে খেলছিল। | Wir gingen ein wenig spazieren und sie stoppte plötzlich und starrte einen Mann an, der mit seinen beiden Töchtern spielte. |
9 | ‘এখানে আমেরিকায় একজন বাবা তার মেয়েদেরকে উদ্যানে নিয়ে যাবার জন্য সময় বরাদ্দ করে রাখে, সে বলল। | “Hier in Amerika nimmt sich ein Vater Zeit, um seine Töchter mit in den Park zu nehmen,” sagte sie. |
10 | ‘আমি যেখান থেকে এসেছি সেখানে এটা দেখতে পাওয়া যায় না।' | “Da wo ich herkomme, siehst du so etwas nicht.” |
11 | সোনিটা আফগানিস্তান থেকে এসেছে। | Sonita kommt aus Afghanistan. |
12 | তার বয়স ১৮ বছর, তার চুল লম্বা কালো এবং সে ছোটখাট গড়নের। | Sie ist 18 Jahre alt, hat langes schwarzes Haar und eine schmale Figur. |
13 | যদি তার মাতাপিতার পরিকল্পনামাফিক তার সবকিছু চলতো তবে তার এতোদিনে বিবাহ হয়ে যেত। | Wenn es nach den Plänen ihrer Eltern gegangen wäre, wäre sie jetzt bereits verheiratet. |
14 | ‘আমি মাঝে মাঝে ভাবি যে আমি এখন হয়তো একজন মা হয়ে থাকতাম - কয়েকটি বাচ্চা সহ। | “Ich denke manchmal daran, dass ich jetzt schon Mutter sein könnte, Mutter einiger Kinder. |
15 | এই ভাবনাটি আমার পছন্দের না।' | Ich mag den Gedanken nicht.” |
16 | সোনিটা ইরানের রাজধানী তেহরানে বড় হয়েছে। | Sonita ist in Teheran aufgewachsen, der Hauptstadt des Iran. |
17 | তার পরিবার যুদ্ধের কারণে তার ৮বছর বয়েসের সময় আফগানিস্তান থেকে পালিয়ে যায়। | Ihre Familie floh aufgrund des Krieges aus Afghanistan als sie acht Jahre alt war. |
18 | সে একটি অলাভজনক প্রতিষ্ঠান খুঁজে পেয়েছে যারা নথিবিহীন আফগানী শিশুদেরকে প্রশিক্ষণ দেয়। | Sie kam in Kontakt mit einer gemeinnützigen Organisation, die afghanische Kinder ohne Papiere unterrichtete. |
19 | সেখানেই সে কারাটে, ফটোগ্রাফী, গিটার বাজানো শিখেছে, এবং সে গান ও র্যাপ করা শুরু করে। | Sie lernte Karate, Fotographie, Gitarrespielen und sie begann zu singen und zu rappen. |
20 | তার সঙ্গীত দ্রুতই স্বীকৃতি লাভ করে। | Ihre Musik fand schnell Anerkennung. |
21 | একজন ইরানী পরিচালকের সাথে সোনিটার পরিচয় হয়েছে যে তার শৈলীকে পালিশ করতে ও সঙ্গীতের ভিডিও নির্মাণ করতে সাহায্য করেছে, যার ফলে সে কয়েকটি পুরস্কারও পেয়েছে। | Sonita traf einen iranischen Regisseur, der sie darin unterstützte, ihren Stil zu verfeinern und ihr dabei half, Musikvideos zu drehen, die dann einige Auszeichnungen erhielten. |
22 | সবকিছুই নিখুঁতভাবে চলছিল। | Alles war perfekt. |
23 | খুঁত বের হবার আগ পর্যন্ত। | Bis es das dann nicht mehr war. |
24 | ‘একদিন আমার মা আমাকে বলল, ‘তোমাকে আমার সাথে আফগানিস্তানে যেতে হবে। | “Eines Tages sagte mir mein Vater: ‘Du musst mit mir nach Afghanistan zurückkehren. |
25 | সেখানে একজন লোক আছে যে তোমাকে বিবাহ করতে চায়। | Dort gibt es einen Mann, der dich heiraten möchte. |
26 | তোমার ভাইয়েরও বাগদান হয়েছে এবং তোমার ভাইয়ের বিবাহের খরচ বহন করতে আমাদের তোমার বিবাহের যৌতুকের অর্থ প্রয়োজন।” | Dein Bruder ist verlobt und deine Mitgift benötigen wir für seine Hochzeit.'” |
27 | সোনিটা খুবই ভেঙ্গে পড়লো। | Sonita war am Boden zerstört. |
28 | তাই সে ‘বিক্রয়ের জন্য বধূ' নামে একটি গান রচনা করলো। | Sie schrieb den Song “Bräute zu verkaufen”. |
29 | গানটি শুরু হয় এভাবে ‘আমি ফিসফিস করে বলি, যাতে কেউই শুনতে না পায় যে আমি বালিকা বিক্রয়ের কথা বলছি। | Das Lied beginnt folgendermaßen: “Lass mich flüstern, damit niemand hört, dass ich davon spreche, dass Mädchen verkauft werden. |
30 | আমার কণ্ঠ শোনা যেতে পারবে না কারণ এটি শরীয়া বিরুদ্ধ। নারীদেরকে অবশ্যই নিশ্চুপ থাকতে হবে… এটিই আমাদের প্রথা।' | Meine Stimme sollte nicht gehört werden… Frauen sollen schweigen… Das ist unsere Tradition.” |
31 | এই ভিডিওতে সোনিটাকে বিবাহের পোষাক পরিহিত অবস্থায় দেখা যায় - আর তার কপালের উপর একটি বারকোড। তার মুখে আঘাতের চিহ্ন। | In dem Video tritt Sonita in einem Hochzeitskleid auf, mit einem Strichcode auf ihrer Stirn. |
32 | তাকে বিক্রয় করে না দেবার জন্য সে তার পরিবারের কাছে আকুতি করে। | Sie fleht ihre Familie an, sie nicht zu verkaufen. |
33 | তার মাতাপিতা ভিডিওটি সম্পর্কে কী ভাববে তা নিয়ে সোনিটা খুবই চিন্তিত ছিল - কিন্তু তারা আসলে এটিকে পছন্দই করেছিল - এবং তারা তাকে বলেছেও যে তাকে বিবাহ করতে হবে না। | Sonita war besorgt, was ihre Eltern über das Video denken würden, aber es gefiel ihnen. Und sie sagten ihr, sie müsse nicht heiraten. |
34 | ‘আমার পরিবার যে আমার জন্য আমাদের পরিবারের প্রথা ভেঙ্গেছে তা আমার কাছে অনেক বেশী অর্থ বহণ করে। | “Es bedeutet mir so viel, dass meine Familie sich für mich gegen unsere Tradition gewendet hat. |
35 | এখন আমি এমন এক জায়গায় যেখানে আমি যে আসতে পারবো তা কখনও ভাবতেই পারিনি।' | Ich bin jetzt da, wo ich niemals geglaubt hatte, dass ich hier sein könnte.” |
36 | সোনিটার সঙ্গীতকে ঘিরে সৃষ্টি হওয়া মনোযোগ তাকে ইউটার একটি শিল্প একাডেমীতে পুর্ণ বৃত্তি পাইয়ে দিয়েছে, এবং এটাই সান ফ্রান্সিসকো উপসাগর এলাকাতে এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজনের কারণ। | Die Aufmerksamkeit rund um Sonitas Musik führte dazu, dass sie schließlich ein Vollstipendium bei einer Kunstakademie in Utah erhielt und sie damit schließlich hier in San Francisco ihr Konzert geben konnte. |
37 | কিন্তু অনুষ্ঠানের আগে সোনিটার কিছু অনুশীলন করা প্রয়োজন। | Vor dem Auftritt muss Sonita noch proben. |
38 | আমরা আমার গাড়ীতে চড়ে বসি এবং কাছেই পশ্চিম ওকল্যাণ্ড এলাকায় যাই। | Wir steigen in mein Auto und fahren nach West Oakland. |
39 | পশ্চিম ওকল্যাণ্ডের এই এলাকা দেখে সোনিটা মর্মাহত হয়। | Sonita zeigte sich schockiert über diesen Stadtteil in West Oakland. |
40 | তুমি কি আমাকে বলছো যে আমেরিকাতে এমনও জায়গা আছে যেখানে রাতের বেলায় তুমি একা হেঁটে যেতে পারবে না?” | “Willst du mir sagen, dass es in Amerika Plätze gibt, wo du nachts nicht allein entlanglaufen kannst?” fragte sie. |
41 | সে জিজ্ঞাসা করলো। | Bild: Shuka Kalantari. |
42 | শুকা কালান্তারির সৌজন্যে। | Veröffentlicht mit der Genehmigung von PRI. |
43 | পিআরআই-এর অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে। অনুশীলনের স্টুডিওটি গ্রাফিটি দিয়ে ঢাকা একটি এলাকা। | Der Proberaum befindet sich in einem Stadtteil,in dem alles mit Graffiti bedeckt ist. |
44 | রাস্তার উভয় পাশেই গৃহহীন মানুষের সারি। | Obdachlose säumen die Straße. |
45 | সোনিটা মর্মাহত হয় - কারণ এটি তাকে তার বাড়ীর কথা মনে করিয়ে দেয়। | Sonita ist schockiert, es erinnert sie an ihr Zuhause. |
46 | ‘আমি একটি এলাকায় বেড়ে উঠেছি যেখানে সকলেই দরিদ্র ছিল এবং ঘরগুলো ছিলো ভাঙ্গাচোরা,' সোনিটা বলল। | “Ich bin in einem Stadtteil aufgewachsen, in dem alle sehr arm und Häuser heruntergekommen waren,” sagt Sonita. |
47 | ‘আমি রাতের বেলা ঘরের বাইরে যেতে পারতাম না কারণ তা সত্যিই খুব বিপজ্জনক ছিল। | “Ich konnte nachts nicht auf die Straße gehen, das wäre wirklich gefährlich gewesen. |
48 | তুমি কি আমাকে বলছো যে আমেরিকাতেও এমন জায়গা আছে যেখানে রাতের বেলায় তুমি একা হেঁটে যেতে পারবে না? | Willst du mir sagen, dass es in Amerika Plätze gibt, wo du nachts nicht allein entlanglaufen kannst? |
49 | তাহলে মানুষ কোথায় আশ্রয় খুঁজে পাবে?' | Wo dann kann jemand Zuflucht finden?” |
50 | এই সঙ্গীতানুষ্ঠান হওয়ার অল্প সময় পরই, ফারকোনদা নামের সেই নারীর বিষয়ে সোনিটা পড়েছে যাকে কোরানের একটি খণ্ড পোড়ানোর অভিযোগে আফগানিস্তানে পাথর মেরে ও পিটিয়ে হত্যা করা হয়। | Direkt nach dem Konzert liest Sonita über eine Frau names Farkhondeh, die in Afghanistan gesteinigt und zu Tode geprügelt wurde, da sie den Koran verbrannt haben soll. Sonita ist tief betrübt. |
51 | তাই সে যা ভালভাবে করতে জানতো তাই সে করেছে: এবিষয়ে একটি গান সে লিখেছে। | Sie tat, was sie am besten kann: Sie schrieb darüber ein Lied. |
52 | ‘র্যাপসঙ্গীত আপনাকে অন্য মানুষের কাছে আপনার গল্প বলতে সাহায্য করে। | “Mit Rap kannst du deine Geschichte anderen erzählen. |
53 | র্যাপ সঙ্গীত হলো আমার হৃদয়ে থাকা কথাগুলো বিনিময় করার একটি মঞ্চ।' | Rapmusik ist ein Forum, über dass ich Worte verbreiten kann, die aus meinem Herzen kommen.” |
54 | এবং কখনো কখনো র্যাপসঙ্গীত দুঃখ, ক্ষোভ প্রকাশ করার একটি উপায়, যেগুলো না দেখাতে আফগানী নারীদেরকে বলা হয়েছে। | Manchmal ist Rapmusik auch eine Möglichkeit, die Trauer oder Wut auszudrücken, von der vielen afghanischen Frauen gesagt wird, sie sollten sie nicht zeigen. |
55 | যদিও সোনিটা এখন তার বাড়ী থেকে ৭,০০০ মাইর দূরে বসবাস করে, সে বলে যে সে সর্বদাই তার হৃদয়ের সবচেয়ে কাছে থাকা আফগানী জনগণের বিষয়ে গান গেয়ে যাবে। | Auch wenn Sonita jetzt 7.000 Meilen von Zuhause entfernt lebt, so sagt sie doch, dass sie immer über das singen werden wird, was ihr am Herzen liegt: Die Menschen aus Afghanistan. |