# | ben | deu |
---|
1 | পেরুঃ কোন বিষয়টি ডলফিনদের মেরে ফেলছে | Peru: Was verursacht Delfinsterben? |
2 | [উল্লেখ ছাড়া সকল লিঙ্ক স্প্যানিশ ভাষার] ডলফিন [ইংরেজী ভাষায়] হচ্ছে পৃথিবীর অন্যতম এক বুদ্ধিমান প্রাণী, যা পৃথিবীর প্রায় সকল মহাসাগরে পাওয়া যায় এবং এবং তার মধ্যে মাত্র কয়েকটি প্রাকৃতিকভাবে ঘাতক প্রকৃতির। | Dieser Artikel wurde von Kerstin Lisewski, Studierende des FTSK Germersheim, unter der Leitung von Dr. Eva Katrin Müller im Rahmen des Projektes „Global Voices“ übersetzt. |
3 | পেরুর বিভিন্ন উপকূলে এই সমস্ত ডলফিনদের তাদের দেখতে পাওয়া যায়, যেখানে তারা সার্ফারদের সাথে সাঁতার কাটে। | Die Delfine zählen zu den intelligentesten Lebewesen auf diesem Planeten. Sie haben nur sehr wenige natürliche Feinde und sind in fast allen Meeresregionen vorzufinden. |
4 | | Besonders in Peru sind Delfine an den verschiedenen Küstenabschnitten und an den Stränden vor Lima zu finden [es], in denen sie gemeinsam mit Surfern [es] im Meeresschutzgebiet Reserva Nacional de Paracas [es] auf den Wellen reiten. |
5 | পারাকাশ-এর জাতীয় সংরক্ষিত উপকূলীয় এলাকা, অথবা উত্তর পেরুর পিউরার সমুদ্র উপকূলে তারা চলাফেরা করে, যা কিনা হ্যাম্পব্যাক নামক তিমির জন্য সংরক্ষিত এক অঞ্চল। | Aber sie halten sich auch vor den Küsten Piuras auf, einem Aussichtspunkt [es], um Delfine und Buckelwale zu beobachten. |
6 | এই সংবাদ সৃষ্টি হয়েছে এই কারণ যে [ইংরেজী ভাষায়] বছরের প্রথম দিকে দেশের উত্তর অঞ্চলের উপকূলে ৩০০০ ডলফিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যা কিনা এক বিস্ময়ের সৃষ্টি করেছ। | Deshalb hat die Nachricht [es] über den Fund von 3 000 toten Delfinen seit Jahresbeginn an der Nordküste Perus für Entsetzen gesorgt. |
7 | কার্লোস ইয়াইপেন লিয়ানোস, পেরুর সামুদ্রিক বৈজ্ঞানিক প্রাণী সংরক্ষণ সংস্থা অরকার [সায়েন্টিফিক অর্গানাইজেশন ফর কনজারভেশন ফর একুইটিক এ্যানিমাল] প্রধান, যিনি জানাচ্ছেন যে গভীর সমুদ্রে তেল গ্যাস এবং খনিজ পদার্থ অনুসন্ধানের কার্যক্রমের কারণে এই সমস্ত প্রাণীর মৃত্যু ঘটেছে। পেরুর পিস্কোর ডলফিনসমূহ, ছবি ফ্লিকার ব্যবহারকারী অ্যালিসিয় ০৯২৮-এর, এট্রিবিউশন ২. | Carlos Yaipén-Llanos, Leiter der peruanischen Tierschutzorganisation ORCA (Organization for Research and Conservation of Aquatic Animals) [es], weist darauf hin [es], dass der Tod dieser Tiere eine Folge „des Einsatzes von Tiefsee-Sonaren zur Suche von Erdöl, Erdgas und anderen Mineralien“ sei. |
8 | ০ জেনেরিক ( সিসি বাই ২. | Delfine in Pisco, Peru. |
9 | ০)। অরকার প্রধান উন্মোচন করেছেন যে মৃত ডলফিনের ময়না তদন্ত করে জানা গেছে যে এই সমস্ত ডলফিনসমুহ একুইট ডিকম্প্রেস সিন্ড্রোম নামক রোগে ভুগছিল। | Bild von Flickr-Nutzer Alicia0928 unter der Lizenz von CC Attribution 2.0 Generic (CC BY 2.0). |
10 | এবং তাদের পেরিস্টোরিয়াল হাড়ে (সাধারণ হাড়ের মাঝের অংশ) ক্ষত এবং এবং তাদের কানের মাঝের অংশ রক্তক্ষরণ দেখা গেছে, এগুলোর শরীরের বিভিন্ন অঙ্গ যেমন লিভার, কিডনি এবং রক্ত সরবরাহ শিরায় বুদবুদ পাওয়া গেছে। | Der Leiter von ORCA hat aufgrund durchgeführter forensischer Analysen zudem aufgezeigt, dass die Delfine unter der „akuten Dekompressionskrankheit leiden, die durch periostale Schäden, Blutungen im Innenohr, disseminiertes Lungenemphysem sowie Luftbläschen in Organen wie Leber und Nieren und in den Blutgefäßen nachgewiesen wurde. “ |
11 | সংবাদপত্রগুলো এর পরে সংবাদ প্রদান করে যে, খনিজ পদার্থ অনুসন্ধানে সিসমিক থ্রিডি ( সিসমিক টমোগ্রাফি) নামক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, যা কিনা ধ্বনি বিষয়ক প্রভাব সৃষ্টি করে। | In einem nachfolgenden Zeitungsartikel [es] wurde berichtet, dass die Tiefsee-Sonare, die die Delfine verletzen, Teil der sogenannten „seismischen 3D-Technologie“ im Rahmen der Erkundung des Meeresgrundes seien. |
12 | এর সেগুলোর প্রভার ডলফিনের উপর পড়েছে। সমুদ্রে তেল এবং গ্যাস-এর মজুত বিষয়ক তথ্য জানার জন্য টামোবস (পিউরার উত্তরে) নামক এলাকায় বিপিজেড নামক কোম্পানী এই অনুসন্ধান কার্য চালিয়েছে,। | In Tumbes, nördlich von Piura, befindet sich das Öl- und Energieunternehmen BPZ [en], das diese Technologie verwendet, um Daten über Erdöl- und Erdgasvorkommen zu erhalten. |
13 | উক্ত কোম্পানী এই বিষয়টি অস্বীকার করেছে যে তাদের অনুসন্ধানের কারণে সামুদ্রিক এই সব প্রাণীর মৃত্যু ঘটেছে, কিন্তু এর ফলে পরিবেশের প্রভাব বিষয়ক যে রিপোর্ট এসেছে, তা নির্দেশ করছে যে এই ঘটনায় এই প্রযুক্তির প্রভাব রয়েছে। | Das Unternehmen bestreitet jedoch, dass ihre Untersuchungen für den Tod der Meereslebewesen verantwortlich seien. Im Bericht [es] über die Umweltauswirkungen heißt es aber, dass diese Technologie sehr wohl Auswirkungen hat. |
14 | সংসদের সভাপতি ড্যানিয়েল আবুগাট্টাস এই আশার কথা ব্যাক্ত করেছেন যে পরিবেশ, উৎপাদন, জ্বালানী এবং খনি বিষয়ক মন্ত্রীরা পেরুর সংসদকে এই ঘটনা সম্বন্ধে তথ্য প্রদান করবে। | Der Präsident des peruanischen Kongresses, Daniel Abugattás, erklärte [es], er erwarte, dass die Minister für Umwelt, Produktion, Energie und Bergbau das Parlament über diesen Vorfall informieren. |
15 | আরেকটি সূত্র ধারণা দিচ্ছে যে পেরুর সমুদ্রবিজ্ঞান ইনষ্টিটিউট বা আইএমএআরপিই-এর (ইনিস্টিটিউটো ডেল মার ডেল পেরু) এই বিষয়ে একটি আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করা উচিত। | Eine andere Quelle [es] weist darauf hin, dass das Meeresinstitut von Peru, IMARPE (Instituto del Mar del Perú) [es], offiziell darüber Bericht erstatten müsste. |
16 | হার্ডি জোনস, ব্লুভয়েস. ওর্গ [ইংরেজী ভাষায়]-এর প্রতিষ্ঠাতা, যিনি সামুদ্রিক প্রাণী সংরক্ষণ বিষয়ক চলচ্চিত্র নির্মাতা এবং একটিভিস্ট। | Hardy Jones, Filmemacher und Aktivist für die Erhaltung des Meeresraums sowie Gründer der Organisation BlueVoice [en] flog [en] nach Peru, als die ersten Berichte vom 25. |
17 | তিনি ২৫ মার্চে প্রকাশ করা ডাক্তার ইয়েপেন লিয়ানোসের প্রাথমিক রিপোর্টের বিষয়ে অভিজ্ঞতা লাভের জন্য পেরুতে এসে হাজির হন। | März von Dr. Yaipén-Llanos bekannt wurden. |
18 | পেরুর উত্তর উপকূলে হাজির হয়ে ২৭ মার্চে তিনি টুইট করেন [ইংরেজী ভাষায়]: | Bereits an der Nordküste Perus twitterte [en] er am 27. März: |
19 | পেরুর উত্তরে উপকূলে সান জোসের ১৫০ কিলোমিটার বিস্তৃত উপকূলীয় এলাকা জুড়ে ৬১৫টি #ডলফিন মৃত অবস্থায় পড়ে ছিল। | 615 tote #Delfine [en] entlang des 135 km langen Strandes im Norden von San José, Peru, gefunden. |
20 | এ এক বেদনাদায়ক ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যায় না। | Es ist eine unbeschreibliche Tragödie. |
21 | দয়া করা এটি পুনরায় টুইট করুন। | Bitte retweeten. |
22 | এই ঘটনার অবশ্যই তদন্ত হওয়া উচিত। | Dies muss untersucht werden. |
23 | কি ভাবে তিনি ঘটনা সম্বন্ধে জানতে পারলেন, পেরু যাত্রা এবং সেখানে গিয়ে তিনি কি দেখলেন, এই বিষয়ে জোনস তার নিজস্ব ব্লগে বিস্তারিত বর্ণনা প্রদান করেছেন [ইংরেজী ভাষায়]: | In seinem eigenen Blog [en] beschreibt er detaillierter seine Reise nach Peru, was er über die Geschehnisse herausgefunden hat und was er dort gesehen hat: |
24 | কার্লোস এবং তার দল বেশ কয়েকটি ডলফিনের শব ব্যবচ্ছেদ করেছেন। | Carlos und sein Team haben Autopsien bei einigen Delfinen durchgeführt. |
25 | তারা বেশ কিছু সদ্যজাত সাধারণ ডলফিনের নাড়ী শরীরে যুক্ত ছিল, সেগুলো ছিল দোমড়ানো অবস্থায়। | Dabei sahen wir einen neugeborenen Delfin, der noch mit der Nabelschnur verbunden war. Es war herzzerreißend. |
26 | সার্ফলাইনে আমরা কঠিন বালির সাথে দৌড়িয়েছি আর একটি করে মৃত ডলফিন দেখে আর্তনাদ করে উঠেছি। | Wir rannten den gesamten harten Sandstrand entlang und schrien auf, wann immer wir einen toten Delfin sahen. |
27 | প্রথমে কয়েক মিনিট পর পর তাদের দেখা যাচ্ছিল, কিন্তু তারপর আমরা বিরতি নিতে বাধ্য হলাম, যখন অর্তনাদ চলতে থাকল, ডলফিন ডলফিন, অট্টোরা ডস মাস! | Zuerst alle zwei Minuten. Aber dann kamen die Schreie immer häufiger: „Delfin! |
28 | দেখ দেখ ঐ কিনারে আরেকটা পড়ে আছে। ” | Delfin! Noch einer! |
29 | পরবর্তীতে তিনি ডঃ ইয়াইপেন-লিয়ানোসের আংশিক রিপোর্ট ব্লুভয়েস ব্লগে পোস্ট করেছেন [ ইংরেজি ভাষায়]: | Zwei weitere! Auf der Düne liegt noch ein anderer.” |
30 | যেমনটা এর আগের রিপোর্টে দেখা গেছে, দুটি প্রজাতি আক্রান্ত হয়েছেঃ লংব্যাকড কমন এবং বামিস্টার প্রোপোসিস নামক ডলফিন। | Später wurde im Blog von BlueVoice ein Ausschnitt aus dem Bericht von Dr. Yaipén-Llanos gepostet [en]: |
31 | | Wie schon vorher berichtet wurde, sind zwei Arten betroffen: der Langschnäuzige Gemeine Delfin (Delphinus capensis) und der Burmeister-Schweinswal (Phocoena spinipinnis). |
32 | আমরা গণনা করে দেখলাম ৬১৫টি সাধারণ ডলফিন মারা গেছে। | Wir haben 615 tote Langschnäuzige Delfine gezählt. |
33 | এখানকার সকল বয়সের ডলফিন আক্রান্ত, প্রাপ্তবয়স্ক পুরুষ, মেয়ে, স্তন্যদাত্রী মা, যুবা, শিশু এবং সদ্যজাত ডলফিন। | Alle Altersklassen waren betroffen: männliche und weibliche erwachsene Tiere, Muttertiere, Jungtiere, Kälber und Neugeborene. |
34 | আমরা গুণে দেখলাম ১৯টি ছিল প্রোপসিস নামক ডলফিন, এর সবকটি ছিল মেয়ে এবং শিশু ডলফিন। | Wir zählten 19 Schweinswale, allerdings nur weibliche Tiere und Kälber. |
35 | অরকা যা আবিষ্কার করেছে তার ছবি প্রতিষ্ঠানে ফেসবুকে প্রদান করেছে। | ORCA hat auf Facebook Bilder [es] von ihrem Fund eingestellt. |
36 | সিএনএন স্প্যানিশ নামক টিভি চ্যানেল এই ঘটনায় ডঃ ইয়াইপেন লিয়ানোস-এর সাক্ষাৎকার গ্রহণ করেছে। | In CNN wurde Dr. Yaipén-Llanos hinsichtlich der Geschehnisse interviewt [es]. |
37 | নীচের এই ভিডিওটি, উত্তর পেরুর সমুদ্র উপকূলে হার্ডি জোনস এবং কার্লোস ইয়াইপেন লিয়ানোসের যাত্রার উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে:: | Ein Teil des Rundgangs von Hardy Jones und Carlos Yaipén-Llanos an der Nordküste Perus wird im folgenden Video [en] gezeigt: |
38 | এদিকে ১০ এপ্রিল, ডলফিনের মৃত্যু এবং তেল গ্যাসের অনুসন্ধানের মাঝে সম্পর্কের বিষয় নিয়ে আলোচনার জন্য পরিবেশ এবং মৎস মন্ত্রী পরস্পরের সাথে মিলিত হয়। | Währenddessen wurden die Minister für Umwelt und Fischerei am 10. April einbestellt [es], um über den Zusammenhang zwischen dem Delfinsterben und den Ölbohrungen zu berichten. |
39 | পরিবেশের কারণে সামুদ্রিক প্রাণীকুলের উপর তৈরী হওয়া জটিলতা এড়ানোর জন্য গ্রহণ করা পদক্ষেপসমূহের বিষয়েও তাদের রিপোর্ট প্রদান করার কথা। বর্তমানে এক রিপোর্টে দেখা যাচ্ছে যে ২০,০০০ ডলফিন এবং অন্যান্য প্রাণী মৃত্যুমুখে পতিত হবার মত বিপদের সম্মুখীন। | Sie mussten auch darüber Auskunft leisten, welche Maßnahmen sie einleiten wollen, um weitreichendere Auswirkungen auf die Meeresfauna zu verhindern, da in einem Bericht bereits aufgezeigt wurde, dass sich etwa 20 000 Delfine sowie andere Arten in Lebensgefahr befinden. |
40 | পেরুর সমগ্র উপকূলে সিসমিকা থ্রিডি নামক যন্ত্রের ব্যবহার নিয়ে তদন্তের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। | Ungeachtet dessen wurde bereits geplant [es], Bohrungen entlang der gesamten peruanischen Küste mit der seismischen 3D-Technologie durchzuführen. |