# | ben | deu |
---|
1 | উইকিটংসঃ আপনার ভাষার নথি তৈরি করুন | Wikitongues: Dokumentiere deine Sprache |
2 | উইকিটংস ডট অরগ থেকে নেওয়া স্ক্রিনশট (১১-০৩-১৪) | Screenshot aus wikitongues.org (11-03-14) |
3 | বিশ্বের ৭,০০০ ভাষার নথি তৈরির প্রত্যাশী একটি নতুন প্রকল্প হচ্ছে উইকিটংস। | Wikitongues ist ein neues Projekt, das versucht, die 7.000 Sprachen der Welt zu dokumentieren. |
4 | প্রকল্পটি প্রত্যেক ব্যক্তিকে তাদের নিজস্ব ভাষায় ভিডিওটিতে কথা বলে অবদান রাখার আহ্বান জানিয়েছে - হোক তা জার্মান, উর্দু, সোয়াহিলি, বা অন্য যে কোন ভাষায়। | Das Projekt bittet Menschen darum, mitzumachen, mit eigenen Videos, in denen sie in ihre eigene Sprache sprechen, sei es Deutsch, Urdu, Swahili oder irgendeine andere und organisiert es hauptsächlich über sein Youtube-Konto. |
5 | অধিকাংশ ক্ষেত্রে এটি তাঁদের ইউটিউব অ্যাকাউন্টের মাধ্যমে করে থাকে। | Zurzeit baut Wikitongues eine Plattform, in der jeder selbst Videos laden kann und macht daraus ein gemeinschaftliches und gemeinnütziges Projekt. |
6 | এই প্রকল্পটির সাথে জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি একটি অলাভজনক হিসেবে তৈরি করতে উইকিটংস বর্তমানে একটি প্ল্যাটফর্ম নির্মাণ করেছে, যেখানে যে কেউ তাদের নিজস্ব তৈরিকৃত ভিডিও আপলোড করতে পারবেন। | |
7 | চলতি বছরের শেষ নাগাদ তারা বর্তমানের ৫০ টি ভিডিওর স্থলে ১০০ টি ভিডিও পাবেন বলে আশাবাদি। | Sie hoffen, bis Ende des Jahres ihre aktuellen 50 Videos auf 100 zu erweitern. |
8 | সহজলভ্য তথ্যের জন্য একটি ডাটাবেস তৈরি করতে যারা সাহায্য করছেন তাঁদের নাম দেওয়া হয়েছে “দূত”। তাঁরা মূলত সুইজারল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে, রাশিয়া ও স্পেন ভিত্তিক স্বেচ্ছাসেবী। | Diejenigen, die dabei helfen, eine Datenbank aufzubauen, um einfacher an die Informationen zu kommen, werden “Ambassadors” [Botschafter] genannt und sitzen in der Schweiz, Simbabwe, Südafrika, Norwegen, Russland und Spanien. |
9 | বিভিন্ন অঞ্চল থেকে একই ভাষা ভাষী বিভিন্ন জনের কথার নথির ক্ষেত্রে সহ প্রতিষ্ঠাতা ড্যানিয়েল বগ্রে উদেল বলেছেন, তারা আশা করেন এর মাধ্যমে ভাষার একটি সাংস্কৃতিক আবেদন প্রদর্শিত হবে। | Sie hoffen, bei der Dokumentierung von vielen unterschiedlichen Menschen, die dieselbe Sprache aus verschiedenen Regionen sprechen, die kulturelle Anwendung der Sprache demonstrieren zu können, so der Mitbegründer Daniel Bogre Udell. |
10 | এখানে ইংরেজিতে একটি উদাহরণ রয়েছে। সেখানে আমেরিকার উত্তর ক্যারোলিনা থেকে একজন এবং দক্ষিণ আফ্রিকা থেকে অন্য আরেকজন কথা বলেছেনঃ | Hier ist ein Beispiel auf Englisch, mit jeweils einem Sprecher aus Nordcarolina (USA) und aus Südafrika: |
11 | সেখানে পলিগ্লটস মানুষের জন্যও একটি বিভাগ আছে, যারা একাধিক ভাষায় কথা বলেন: | Es gibt ebenfalls einen Bereich für Polyglotte, also Menschen, die mehr als eine Sprache sprechen: |
12 | ভিডিওতে সাধারণনত “সংখ্যালঘু” ভাষাগুলো রয়েছে, যেমন কেইচি (ডিম), যেটি মায়া ভাষার একটি উপগোষ্ঠী। | Die Videos beinhalten sogenannte “Minderheiten”-Sprachen, wie Quiché, eine Untergruppe der Maya-Sprachen mit Ursprung in Guatemala. |
13 | ভাষাটির উদ্ভব হয়েছে গুয়াতেমালা থেকে। তবে, গ্রুপটি তাঁদের ওয়েবসাইটে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হিসেবে ভাষাগুলোকে উল্লেখ না করার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক। | Dennoch achtet die Gruppe darauf, die Sprachen weder als Mehrheits- oder Minderheitssprachen zu bezeichnen und gibt den verschiedenen Sprachen dieselbe Gewichtung, ungeachtet der weltweiten Anzahl von Sprechern. |
14 | বরং, মোট কথা বলা মানুষের সংখ্যা নির্বিশেষে সবগুলোকে সমান গুরুত্ব দেবার পক্ষপাতি। | |
15 | এছাড়াও তাদের টাম্বলার ব্লগে আলোচনা করার জন্য উইকিটংস একটি “ভাষা সপ্তাহ” ঠিক করেছে, যেখানে প্রতিটি ভাষা সম্পর্কে সুত্র এবং তথ্য থাকবে। | Wikitongues wählt auch die “Sprache der Woche”, um sie in ihrem Tumblr-Blog [en] zu besprechen. Links und Informationen über jede Sprache werden hinzugefügt. |
16 | সম্প্রতি, তাঁদের গুরুত্ব হচ্ছে বাস্কের উপর। | Neulich stand Baskisch im Mittelpunkt. |
17 | আপনি ইন্সটগ্রাম এবং টুইটারে প্রকল্পটি অনুসরণ করতে পারেন - এবং আপনার নিজস্ব ভিডিও শেয়ার করতে পারেন। | Du kannst das Projekt auf Facebook, Instagram und Twitter verfolgen und dich verbinden, um deine eigenen Videos zu teilen. |