# | ben | deu |
---|
1 | আপনি যে চার উপায়ে #ফ্রিজোননাইনব্লগারস প্রচারাভিযানে যোগ দিতে পারেন | 4 Wege, sich an der Kampagne #FreeZone9Bloggers zu beteiligen Collage des Zone 9-Tumblr. |
2 | ইফাকাদু হাইলু, আবেল অয়াবেলা, আটনাফ বেরহানে, মাহলেত ফান্তাহুন, জেলালেম কিবরেট এবং নাটনাইল ফেলেকে (জোন নাইন ব্লগিং কালেক্টিভের সকল সদস্য) এবং সাংবাদিক আস্মামাউ হেলেজারিয়াস, তেস্ফালেম অয়ালদেস এবং ইদোম কাসিয়াকে গত ২৫ এবং ২৬ এপ্রিল, ২০১৪ তারিখে আদ্দিস আবাবায় গ্রেফতার করা হয়। | Fotos von zoneniner.tumblr.com zusammengestellt. Befeqadu Hailu, Abel Wabela, Atnaf Berahane, Mahlet Fantahun, Zelalem Kibret und Natnael Feleke (alle Mitglieder des Bloggerkollektivs Zone 9) und die Journalisten Asmamaw Hailegeorgis, Tesfalem Waldyes und Edom Kassaye wurden am 25. und 26. |
3 | মাকেলাউই আটক কেন্দ্রে তাঁদের আটক রাখা হয়েছে, যেখানে আইনি পরামর্শদাতাদের প্রবেশাধিকার নেই। | April 2014 in Addis Ababa verhaftet. Sie werden seitdem in der Haftanstallt Maekelawi gefangen gehalten. |
4 | এমনকি পরিবারের সঙ্গেও তাঁদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি। | Der Zugang zu einer Rechtsberatung wird ihnen verwehrt. |
5 | ২০১২ সাল থেকেই জোন নাইন ব্লগিং কালেক্টিভ ইথিওপিয়ায় সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে নাগরিক সমাজের সংশ্লিষ্টতা বাড়ানো এবং এ বিষয়গুলোতে সমালোচনামূলক মন্তব্য করে আসছে। | Es wurde ihnen auch nicht erlaubt, ihre Familien zu sehen. Seit 2012 arbeitet das Bloggerkollektiv Zone 9 daran, zivilgesellschaftliches Engagement und eine kritische Auseinandersetzung mit sozialen und politischen Themen in Äthiopien zu fördern. |
6 | তাঁরা সংবাদপত্রের সহকর্মী সাংবাদিকদের পাশাপাশি কাজ করছেন, যারা তাঁদের কাজের মাধ্যমে একই ফলাফল চাইছেন। | Damit wirken sie Seite an Seite mit Journalisten, die dasselbe durch traditionelle Zeitungsnachrichten tun. |
7 | তাদের গ্রেফতার ও আটক রাখার মধ্য দিয়ে তাঁদের মত প্রকাশের সর্বজনীন মানবাধিকার এবং মানব এবং জনগণের অধিকারের আফ্রিকান সনদের ৬ নং ধারা দ্বারা সুরক্ষিত ইচ্ছামত আটক না থাকার তাঁদের অধিকারকে চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। | Ihre Festnahme und Inhaftierung verletzt das universelle Menschenrecht auf freie Meinungsäußerung und ihr Recht, nicht willkürlich verhaftet zu werden, ein Recht, das durch den Artikel 6 der Afrikanischen Charta der Menschenrechte und der Rechte der Völker geschützt ist. |
8 | গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় এবং আমাদের বন্ধু ও জোট নেটওয়ার্ক সেই নয় জন পুরুষ এবং মহিলার মুক্তির দাবি জানিয়েছে। | Die Gemeinschaft von Global Voices und unser Netzwerk von Freunden und Verbündeten fordern die Freilassung der neun Frauen und Männer. |
9 | এই প্রচারাভিযানে আপনি বা আপনার প্রতিষ্ঠান যেভাবে সহায়তা দিতে পারেন, তার চারটি উপায় এখানে রয়েছে: | Auf folgende vier Arten können Privatpersonen oder Organisationen die Kampagne unterstützen: 1. Schreiben eines Briefs an den Botschafter des jeweiligen Landes in Äthiopien. |
10 | ১। চিঠি লিখুনঃ ইথিওপিয়ায় আপনার দেশের রাষ্ট্রদূতকে লিখুন। আপনি আফ্রিকান হলে, আপনার দেশের আফ্রিকান কমিশন অফিসে লিখুন। | Diejenigen, die in Afrika leben, können in ihrem Land der Vertretung der Afrikanische Kommission der Menschenrechte und der Rechte der Völker schreiben. |
11 | হাতে হাতে চিঠি প্রদান বিবেচনা করুন! | Möglicherweise kann der Brief persönlich überbracht werden. |
12 | ২। ফ্রি জোন নাইন টাম্বলার এ আপনার ছবি এবং সমর্থন বার্তা যোগ করুন | 2. Fotos und Nachrichten können als Unterstützung dem Blog “Free Zone 9 Tumblr” [en] zugefügt werden. |
13 | ৩। ব্লগারদের মুক্তির জন্য আহ্বান জানানো গ্লোবাল ভয়েসেস কমিউনিটি বিবৃতিতে স্বাক্ষর করুন | 3. Privatpersonen sowie Organisationen können die Erklärung der Gemeinschaft von Global Voices unterzeichnen und so die Freilassung der Blogger fordern. |
14 | ৪। কথাটি ছড়িয়ে দিন! | 4. Weitersagen! |
15 | এই প্রচারণা সম্পর্কে আপনার বন্ধু, পরিবার, এবং সহকর্মীদের সঙ্গে কথা বলুন - নিবন্ধ এবং লিঙ্ক শেয়ার করুন, নীতি নির্ধারকের কাছে যুগ্ম চিঠি প্রেরণে একসাথে কাজ করুন বা একটি জমায়েতের পরিকল্পনা করুন। | Freunde, Familie und Kollegen von der Kampagne zu erzählen, Beiträge zu teilen, Links zu verbreiten und zusammenzuarbeiten, um Briefe an Politiker zu verfassen oder ein Informationstreffen zu organisieren, all das unterstützt die Kampagne. |
16 | জোন নাইন ব্লগারদের ঘটনাটি গ্লোবাল ভয়েসেস কভারেজ করছে। এ সম্পর্কিত কিছু পোস্টঃ | Berichterstattung von Global Voices zu dem Fall der Blogger von Zone 9: |
17 | আফ্রিকান কমিশন, জাতিসংঘের বিশেষজ্ঞের কাছে জোন নাইন ব্লগারদের ব্যাপারে সমর্থন চাওয়া হয়েছে, ৩ মে, ২০১৪ | Bericht [auf Englisch]: Advocates Ask African Commission, UN Experts to Intervene in Zone 9 Bloggers Case, 3. Mai 2014 |
18 | বিবৃতিঃ ইথিওপিয়ার নয় জন সাংবাদিকের মুক্তির দাবি গ্লোবাল ভয়েসেসের, ২ মে, ২০১৪ | Aufruf: ÖFFENTLICHE ERKLÄRUNG: Global Voices fordert die Freilassung der neun Journalisten in Äthiopien, 2. Mai 2014 |
19 | নেটিজেন রিপোর্টঃ ইথিওপিয়ায় মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, ৩০ এপ্রিল, ২০১৪ | Netzbürger-Bericht [auf Englisch]: Netizen Report: Ethiopia Cracks Down on Free Expression, 30. April 2014 |
20 | ইথিওপিয়ায় কালেকটিভ ব্লগিং এর ছয় জন সদস্য গ্রেপ্তার, ২৫ এপ্রিল,২০১৪ | Bericht: Sechs Mitglieder eines Bloggerkollektivs in Äthiopien verhaftet, 25. April 2014 |