Sentence alignment for gv-ben-20120517-26816.xml (html) - gv-deu-20120517-8402.xml (html)

#bendeu
1স্পেনঃ বিশ্ব বিপ্লবের বসন্তে শিল্পও প্রস্ফুটিত হয়েছেSpanien: Auch die Kunst blüht im globalen Frühling auf
2এই পোস্টটি ইউরোপ সঙ্কটের উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Dieser Bericht ist Teil unseres Dossiers über Europa in der Krise.
3১২ মে (১২এম) থেকে ১৫ মে (১৫ এম) [স্প্যানিশ ভাষায়], স্পেন রাস্তায় এক সামাজিক আন্দোলন অনুষ্ঠিত হয়, ব্যাংকের নিয়ন্ত্রণের প্রতিবাদে এবং এমন এক পদ্ধতির জন্য যা কিনা আরো বেশী গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ।Vom 12.Mai (12M) bis zum 15. Mai (15M) [es] fand auf den Straßen Spaniens eine Bürgerbewegung statt, um gegen die Kontrolle der Banken zu protestieren und ein System zu fordern, welches demokratischer und fairer ist und mehr Mitbestimmung zulässt.
4একদিকে যখন বিক্ষোভের সময় এবং সাধারণের অতৃপ্তির বৃদ্ধি ঘটেছে, তখন অপরদিকে ১৫এম নামক আন্দোলন তার লক্ষ্য অর্জন করেছে, আকারে বড় হয়ে এবং রাস্তায় থেকে গিয়ে।Durch das Ausmaß der Demonstrationen und die allgemeine Unzufriedenheit schaffte es die 15M-Bewegung sich zu festigen und auf den Straßen zu bleiben.
5নাগরিকরা যৌথ দল, গণ সভা, কমিশন এবং কর্মী দল তৈরীর মাধ্যমে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যা কিনা যে কোন বিষয়ের উপর বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ করে দিয়েছে।Bürgerkollektive handeln weiterhin mittels Volksversammlungen, Komitees und Arbeitsgruppen, die es ermöglichen, Themen zu diskutieren, welche die Bürger betreffen, sowie gemeinsam Maßnahmen zu ergreifen.
6এই বিষয়টি নাগরিকদের উপর প্রভাব সৃষ্টি করবে এবং এই নিয়ে সহযোগিতার বিষয়টি চলতে থাকবে।Die “empörten” Spanier inspirierten auch viele andere Länder.
7বিশ্বের অনেক দেশ স্প্যানিয়ার্ডের ইনডিগনান্ট আন্দোলন দ্বারা অনুপ্রাণিত, এবং গত বছর ১৫ অক্টোবরে বিক্ষোভ তাঁর বৈশ্বিক চেহারায় প্রতিবাদ চালিয়ে যায়, যে আন্দোলন বিশ্বের ৮২টি দেশের ৯০০টি শহরে একই সাথে অনুষ্ঠিত হয়।Die Proteste zeigten ihren globalen Charakter vor allem am 15. Oktober 2011, als in über 900 Städten und 82 Ländern Demonstrationen stattfanden.
8এই আন্দোলন ১২ মে ২০১২ তারিখে আরো একবার স্পেন এবং বিশ্বজুড়ে বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করে।Am 12. Mai 2012 wurden wieder in ganz Spanien und auch weltweit Demonstrationen organisiert.
9১৫এম (১৫ মে) তারিখে শিল্পও প্রস্ফুটিত হয়েছে।Auch die Kunst ist mit der 15M-Bewegung erblüht.
10ব্লগ ভসেস কন ফিউচরা [স্প্যানিশ ভাষায়] (ভবিষ্যৎ-এর একটি কণ্ঠস্বর) বেশ উল্লেখযোগ্য সংখ্যক পোস্টার প্রকাশ করেছে, যে সব পোস্টারের সৃষ্টিকারীর নাম প্রকাশ না করে।Der Blog Voces con Futura [es] (Stimmen mit einer Zukunft) veröffentlicht eine große Anzahl der anonymen Plakate, die während der Proteste die Plazas füllten.
11বিক্ষোভের সময় উক্ত এলাকা (প্লাজা) এই সব পোস্টারে পূর্ণ হয়ে গিয়েছিল।
12এই ব্লগের লেখিকা একজন ডিজাইনার যিনি প্রবাসী এবং তিনি নাম গোপন রাখতে আগ্রহী এবং তিনি তাঁর সৃষ্টিশীল প্রতিভাকে সেই দিকে পরিচালিত করতে চান, যা ইনডিগনান্ট আন্দোলন এর কারণে সৃষ্ট।Die Autorin des Blogs ist eine im Ausland lebende spanische Designerin, die ihre Anonymität wahren möchte und ihre Aufmerksamkeit dem kreativen Talent widmet, welches durch die Bewegung entstanden ist.
13১৫এম এর প্রথম বার্ষিকীর স্মরণে ১২ এম থেকে ১৫ এম নামক অনুষ্ঠানে এবং সবাইকে আবার রাস্তায় নেমে আসার আহ্বান জানানোর জন্য # একাম্পাদা সোল [স্প্যানিশ ভাষায়] ধারাবাহিক কিছু অসাধারণ পোস্টার প্রকাশ করেছে, যা প্রতিবাদের অনেকগুলো কারণ উন্মোচন করেছে।Um dem 1. Jahrestag der 15M-Bewegung und den Ereignissen vom 12. bis 15. März zu gedenken und alle einzuladen, wieder die Straßen einzunehmen, veröffentlichte der Blog # Acampadasol [es] eine Serie von Plakaten, welche viele der Gründe für die Proteste aufzeigen und versuchen, die Bürger zu mobilisieren.
14এখানে আমরা এই আন্দোলনের কিছু সুন্দর এবং সৃষ্টিশীল পোস্টার তুলে ধরছিঃHier teilen wir einige der tollen Plakate mit euch:
15" আরেকটি বিশ্ব সম্ভব" "স্কোয়ার রয়ে গেছি""Eine andere Welt ist möglich"
16" যদি আপনারা চুরি করেন, তাহলে শাসন করবেন না;"Wir bleiben auf den Plazas"
17" আমরা সংস্কার চাই না… আমরা ভিন্ন এক পদ্ধতি চাই;"Wenn du stiehlst, regier nicht"
18এই পোস্টে ব্যবহৃত সকল ছবি সিসি বাই ৩. ০ লাইসেন্স-এর অধীনে ব্যবহার করা হইয়াছে।"Wir wollen keine Reformen… Wir willen ein anderes System"
19এই পোস্টটি ইউরোপ সঙ্কটের উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Alle Bilder wurden unter der CC BY 3.0 Lizenz publiziert.