# | ben | deu |
---|
1 | স্পেন: মেক্সিকানরা ব্লগে লিখছেন নিজেদের দেশে থাকার অনুভূতি পাবার জন্য | Spanien: Mexikaner bloggen, damit sie sich wie zu Hause zu fühlen |
2 | অনেক ল্যাটিন আমেরিকান স্পেনে অভিবাসী হতে যান বেশী সুযোগের আশায়, যা তাদের নিজেদের দেশে সম্ভব না বলে তারা মনে করেন। | Es gibt viele Lateinamerikaner, die nach Spanien ausgewandert sind, um mehr Möglichkeiten zu haben, die sie in ihrer Heimat nicht finden können. |
3 | স্পেনে আসা ল্যাটিন আমেরিকার বিশেষ একদল অভিবাসী হচ্ছে মেক্সিকান। | Eine besondere Gruppe lateinamerikanischer Einwanderer sind die Mexikaner. |
4 | মেক্সিকানোস এন এস্পানা সাইট অনুসারে ২০০৯ সালে স্পেনে ১৫,৫৯৩ জন মেক্সিকান বাস করছিলেন, যার মধ্যে সব থেকে বড় দল পাওয়া যাবে রাজধানী মাদ্রিদে যেখানে প্রায় ৪৬৭৫ জন বাস করেন। | Laut der Webseite Mexicanos en España [es] lebten in 2009 15.593 Mexikaner in Spanien, von denen die größte Gruppe in Madrid wohnt: ungefähr 4.675 leben in der Hauptstadt. |
5 | তবে এই সংখ্যা একটি পরিসংখ্যান মাত্র, এর থেকে বেশী অনেকে থাকেন বলে ধরা হয়। | Diese Zahl ist jedoch nur eine grobe Schätzung und viele nehmen an, dass die Zahl wesentlich höher ist. |
6 | স্পেনে বসবাস করা বেশীরভাগ মেক্সিকানদের মধ্যে অধিকসংখ্যকই ছাত্র যাদের সংখ্যা ৪৯১৯। | Die überwiegende Mehrheit der in Spanien lebenden Mexikaner sind Studenten, gezählt wurden 4.919. |
7 | অন্যরা কাজ করছেন অথবা মানুষ যেটাকে ‘গোলাপি অভিবাসন' বলে তার অংশ - অর্থাৎ তারা স্প্যানিশ কারো সাথে প্রেমে পড়েছেন। | Die Anderen arbeiten in Spanien oder sind ein Teil von dem, was manche Leute als “rosa Migration” bezeichnen. |
8 | স্পেনে বসবাসকারী মেক্সিকানদের একটা সমাজ আছে যেটা তাদেরকে সুযোগ দেয় নিজেকে প্রকাশের, দেশে তাদের প্রিয়জনের সাথে যোগাযোগ রক্ষার আর একই এলাকায় বসবাসকারী মেক্সিকানদের সাথে যোগাযোগ স্থাপনের। | Das sind diejenigen, die sich in eine Spanierin oder einen Spanier verliebt haben. Viele in Spanien lebende Mexikaner bilden eine Blogging-Gemeinschaft, welche ihnen die Möglichkeit gibt, sich auszudrücken, mit Ihren Lieben in Verbindung zu bleiben und mit anderen Mexikanern, die in der gleichen Region leben, Informationen auszutauschen. |
9 | দে পিরাতাস ই ওট্রাস হিস্তোরিয়াস (দস্যু আর অন্যান্য গল্প) ব্লগের লেখক, এলিজাবেথ হেরনান্দেজ কুইজানো, তার প্রতিদিনের জীবনের বর্ণনা দেন কবিতা সহকারে: | Auf dem Blog De Piratas y Otras Historias [es] (von Piraten und andere Geschichten) beschreibt die Autorin Elizabeth Hernández Quijano ihr tägliches Leben mit Poesie: |
10 | এই ব্লগ বিনামূল্যের, যেখানে আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। | Dieser Blog kostet nichts und hier werde ich über verschiedene Themen sprechen. |
11 | এতে আমার অন্যান্য ব্লগের আর কিছু সাইট যাতে আমি লিখি তার লিঙ্ক আছে। | Es gibt einige Links zu meinen anderen Blogs und zu einigen, an denen ich beteiligt bin. |
12 | আমার লেখা আমার সমাজের মানুষের সাথে আমার মিলন, যারা অনেক দূরে আছে। | Meine Aufzeichnungen sind eine Vereinigung mit meinem Volk, das sehr weit entfernt lebt. |
13 | এটা আমার বা আমার বন্ধুদের কবিতা ও গল্প বা যা কিছু আমার পছন্দ তা প্রকাশের স্থান। | Das hier ist ein Platz für Poesie, für Geschichten; von mir und von einigen Freunden oder anderen, die mir gefallen. |
14 | অবশ্যই এই ব্লগ বন্ধুত্ব প্রসারের স্থান। | Natürlich ist dieser Blog auch dazu da, Freundschaften auszutauschen. |
15 | এটি সাধারণ দুনিয়া থেকে বের হওয়ার স্থান, একটি খোলা ব্যক্তিগত ডায়রি। | Es ist eine Aufzeichnung, um von der gewöhnlichen Welt wegzukommen, ein offenes persönliches Tagebuch. |
16 | আর একটা মজার ব্লগ হচ্ছে মেক্সিকো লিন্ডো ই কুয়েরিদো (সুন্দর আর প্রিয় মেক্সিকো) যেখানে লেখক স্পেন আর মেক্সিকোতে অনুসরণ করা মেক্সিকোর ঐতিহ্যের বিভিন্ন দিক সম্পর্কে বলেছেন। | Ein weiterer interessanter Blog ist México Lindo y Querido [es] (Schönes, geliebtes Mexiko), in welchem der Autor verschiedene Aspekte mexikanischer Traditionen beschreibt, die in Spanien und Mexiko gefeiert werden. |
17 | উদাহরণস্বরূপ, দিয়া দে মুয়ারতোস বা মৃত্যুর দিন মেক্সিকোর একটি অনুষ্ঠান যেখানে মানুষ মজা করে, হাসে আর খাদ্য, ফুল আর বেদি দিয়ে মৃত প্রিয়জনের স্মৃতি উদযাপন করে। | Zum Beispiel ist der Día de Muertos oder der Tag der Toten eine mexikanische Feier, wo die Menschen viel Spaß haben und die Erinnerungen an die toten Angehörigen mit vielem Essen, Blumen und Altären wachgehalten werden. |
18 | বার্সেলোনার মেক্সিকানরা মেক্সিকোর মতই এটা উদযাপন করে যেটা ব্লগে দেখা যাচ্ছে: | Die Mexikaner in Barcelona feiern ihn auf sehr ähnliche Weise wie die Leute in Mexiko, wie in diesem Blog beschrieben wird: |
19 | মার্থা ইনেস সাঞ্চেজ নাভারোর তোলা ছবি। | Foto mit Genehmigung von Martha Ines Sanchez Navarro |
20 | অনুমতিক্রমে ব্যবহৃত। চিদো গুয়ে - মাদ্রিদ ব্লগে কাপড়ে মেক্সিকোর বিভিন্ন ডিজাইন দেখান হয়েছে। | In dem Blog Chido Guey - Madrid [es] wird mexikanisches Design in der Kleidung gezeigt. |
21 | এই ব্লগে স্পেনে মেক্সিকোর শিল্পকর্ম সংশ্লিষ্ট প্রদর্শনীর সংবাদ আছে। | In dem Blog werden Ausstellungen in Spanien, die sich auf mexikanische Kunst beziehen, angekündigt. |
22 | মাদ্রিদে লুভিয়া মোরালেস একজন মেক্সিকান পিএইচডি ছাত্রী, আর মাই সুইট লুভিয়া (আমার মিষ্টি বৃষ্টি) ব্লগের লেখক, যেখানে তিনি তার প্রতিদিনের জীবনের কথা লেখেন আর দুই দেশের পরিস্থিতির মধ্যে তুলনা করেন: | Lluvia Morales ist eine mexikanische Doktorandin in Madrid und Autorin von My Sweet Lluvia [es] (Mein süßer Regen), einem Blog, in dem sie über ihr tägliches Leben schreibt und Vergleiche über die Situationen in beiden Ländern anstellt: |
23 | এখানে স্পেনে অনেক বাচ্চা স্কুলে খায় আর প্রত্যেক স্কুলের নিজস্ব পুষ্টিবিদ আছেন যিনি প্রতিদিনের খাবারের সমতা রক্ষার দায়িত্বে আছেন। | Hier in Spanien gibt es eine Menge Kinder, die in der Schule essen und jede einzelne Schule hat ihren eigenen Ernährungsberater, der für das Ausbalanzieren der täglichen Nahrung verantwortlich ist. |
24 | তারা কি বিয়ার আর তাপাস পছন্দ করেন? | Lieben sie Bier und Tapas? |
25 | হ্যাঁ, কিন্তু অল্প। | Ja, aber in Maßen. |
26 | এরা (স্প্যানিজরা) দুই তিনটা পানীয় আর একটি বাগেট খাবেন, তারা এক রাত্রে তিন লিটার বা তার বেশী পান করবেন না, আর যতো টাকোস বা পোজোলে খেতে পারেন তা খাবেন না। | Sie (die Spanier) nehmen zwei oder drei Drinks zu sich und eine Baguette, sie trinken nicht jede Nacht zwei oder drei Liter und essen alle Tacos und Pozole, die sie unterbringen können. |
27 | সমাজের গুরুত্বপুর্ণ অংশে পরিণত হয়েছে ব্লগ; যেহেতু এর সাহায্যে বেশ কিছু মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা আর তথ্য আদান প্রদান সম্ভব, বা এই ক্ষেত্রে, এক দেশের মানুষ যারা আর এক দেশে বসবাস করেন। | Blogs sind zu einem sehr wichtigen Teil der Gesellschaft geworden; sie helfen mit Informationen und halten die Verbindungen mit gewissen Gruppen von Personen aufrecht, oder, wie in diesem Fall, zwischen den Menschen aus einem Land, die in einem anderen leben. |
28 | উদাহরণস্বরূপ, মেক্সিকানোস এন এস্পানা স্পেনে বসবাসকারী মেক্সিকানদের জন্য সব থেকে বড় আর উপকারী অনলাইন সমাজ। | Zum Beispiel ist Mexicanos en España [es] (Mexikaner in Spanien) eine der größten und nützlichsten Online-Gemeinden für ihn Spanien lebende Mexikaner. |
29 | মাদ্রিদে মেক্সিকান সংস্কৃতির অনুষ্ঠান ঘোষণা ছাড়াও তারা চাকুরির সুযোগ ঘোষণা, মেক্সিকান মিডিয়ার লিঙ্ক যেমন সংবাদপত্র, টিভি অনুষ্ঠান, ম্যাগাজিন ইত্যাদির আর মেক্সিকান রান্নার বিভিন্ন পরামর্শও দেয়। | Neben den Ankündigungen von Veranstaltungen mexikanischer Kultur in Madrid, veröffentlichen sie auch Beschäftigungsmöglichkeiten, zeigen Links zu mexikanischen Medien wie Zeitungen, TV-Shows, Magazinen, usw. und geben sogar Tips über mexikanische Kochrezepte. |
30 | অন্য কথায়, এইসব ব্লগ স্পেনে বসবাসকারী মেক্সিকানরা গত কয়েক বছর ধরে যে অনলাইন বিপ্লব ঘটাচ্ছেন তার উদাহরণ। যেহেতু এইসব ব্লগের ক্ষমতা আছে মানুষকে একত্র করার, তাদেরকে জানান, আর তাদেরকে বাড়িতে থাকার অনুভূতি দেয়া, যদিও তারা তাদের প্রিয় বাসভূমি থেকে অনেক মাইল দূরে আছেন। | In anderen Worten diese Blogs sind Beispiele für die Online-Revolution, welche die in Spanien lebenden Mexikaner in den letzten paar Jahren erlebt haben, denn diese Blogs haben die Macht Menschen zu vereinen, sie zu informieren und ihnen das Gefühl zu geben, zu Hause zu sein, selbst wenn Sie Meilen und Meilen von ihrer geliebten Nation entfernt leben. |