Sentence alignment for gv-ben-20150820-50081.xml (html) - gv-deu-20150819-31713.xml (html)

#bendeu
1জাপানে রেলগাড়িতে ভুলে ফেলে যাওয়া আজব বস্তু যতোSchräg: Vergessene Gegenstände in den Zügen Japans
2আজব সব কারণে জাপানিরা রেলগাড়িতে নিজেদের ব্যবহার্য জিনিসপত্র ফেলে যান।Manchmal werden persönliche Gegenstände in den Zügen Japans aus ominösen Gründen vergessen.
3ছবি তুলেছেন নেভিন থম্পসন।Foto von Nevin Thompson.
4প্রতিদিন রেলগাড়িতে যাতায়াত করেন এমন জাপানিজের সংখ্যা অনেক। গুনে শেষ করা যাবে না।Für die unzähligen Benutzer der zahlreichen Pendlerlinien Japans ist es alltäglich, ab und zu etwas im Zug zu vergessen.
5কিন্তু প্রতিদিনই তাদের মধ্যে থেকে অনেকেই রেলগাড়ির ভিতরে এমন সব জিনিসপত্র ফেলে যান, যা হাস্যরসের উদ্রেক করে।Aber ein neuer Trend, der sich schlagartig in den sozialen Netzwerken Japans verbreitet hat, zeigt Bilder von etwas interessanteren Objekten, als die sonst üblichen alltäglich vergessenen Dinge.
6সম্প্রতি ফেলে যাওয়া এই হাস্যরস উদ্রেককারী জিনিসপগুলো জাপানি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাবে আলোচিত হচ্ছে।
7রেলগাড়িতে কি একটা টমেটো দেখা যাচ্ছে?!Eine Tomate im Zug?!
8জাপানের সংকলন ওয়েবসাইট হিসেবে পরিচিত মাতোমি নাভারের ব্যবহারকারী সান্ত আকা সান টুইটার থেকে ছবি নিয়ে এই হাস্যরস উদ্রেককারী জিনিসপগুলোর একটি তালিকা তৈরি করেছেন।Der Nutzer 三頭赤sun (Santo Aka Sun) von der Internetseite ‘Matome Naver' stellte eine Liste kurioser Objekte zusammen, die von Twitter-Nutzern in den Zugwagons gefunden wurden.
9ছবিগুলো দেখে হাসি পেলেও কিছু কিছু সময় আপনার কাছে জটিল মনে হতে পারে।Die dort vorkommenden Objekte können unerwartet komisch, aber manchmal auch ziemlich verblüffend sein.
10সানের পোস্টটি ইতোমধ্যে ৮ লাখ ২০ হাজার বার দেখা হয়েছে।Der Thread hat mehr als 820.000 Views und wurde über 300 mal favorisiert.
11তিনশ' জনের বেশি মানুষের কাছে এটি প্রিয় পোস্ট হিসেবে বিবেচিত হয়েছে।
12ভুলে যাওয়া এইসব জিনিসপত্র বিষয়ে সান্ত আকা সান বলেছেন:Santo Aka Sun sagt über die vergessenen Objekte:
13রেলগাড়ির ভিতরে আজব ঘটনা ঘটতেই পারে।Unerwartete Dinge passieren in den Zügen.
14ভুলে ফেলে যাওয়া জিনিসপত্র এর বাইরে নয়।Da sind vergessene Sachen keine Ausnahme.
15সান্ত আকা সানের লেখায় যেসব ছবি ব্যবহৃত হয়েছে, তার কয়েকটির শিরোনাম “রহস্যময়” দেয়া যেতে পারে।Einige der Objekte, die in Santo Aka Suns Thread vorkommen, verdienen wirklich die Bezeichnung “mysteriös”.
16ব্যবহারকারীরা ভেবে পান না মানুষজন কেমন করে এসব জিনিস ভুলে রেলগাড়িতে ফেলে আসতে পারে: ছাতার একটা অংশ।Die Nutzer machen sich Gedanken darüber, wie so etwas überhaupt im Zug vergessen werden konnte:
17কেউ একজন ভুলে ফেলে গেছে। আমি ভেবে পাই না, এটা কীভাবে সম্ভব হয়েছে।Ein Teil eines Schirms wurde im Zug vergessen… Ich frag mich, wie das passieren konnte.
18ফেলে রেখে যাওয়া অন্যান্য জিনিসপত্র নিয়েও অনেকেই বিস্মিত হয়েছেন:Weitere Objekte lassen die Nutzer an das Wieso und Wie denken:
19আপনি উল্লেখ করে দিন যে, অন্য কোনো দিন কেউ একজন… রেলগাড়ির ভিতরে ভুলে ফেলে গেছে… ?Jetzt wo du es erwähnst, neulich muss jemand… das im Zug vergessen haben…?
20কিন্তু এটা এমন একটা জিনিস যেটা আপনার ভুলে যাওয়ার কথা নয়।Aber das ist doch nichts, was man einfach vergisst!
21এইটার সাথে কী ঘটেছিল? (´△`)Was war da los? (´△`)
22রেলগাড়িতে বসে মেয়েদের সাজগোজ করা খুব স্বাভাবিক একটা ব্যাপার।Es ist nichts außergewöhnliches, wenn sich Frauen im Zug schminken und man dann etwas vergisst:
23কিন্তু তাদের সাজগোজের ব্যক্তিগত কোনো জিনিস রেলগাড়িতে ফেলে যায়, তখন কী ঘটে দেখুন:
24এটা দেখতে নকল আইল্যাসের মতো।Sieht aus, als ob eine falsche Wimper runtergefallen ist.
25রেলগাড়িতে পড়ে আছে।Jemand hat das verloren….
26কেউ একজন ফেলে গেছে… A photo posted by Akira Takagi (@akiratakagi) on Apr 5, 2014 at 7:42pm PDTA photo posted by Akira Takagi (@akiratakagi) on Apr 5, 2014 at 7:42pm PDT
27এটা দিয়ে মেক-আপ নেয় না?Ist das nicht zum Schminken?
28কিছু কিছু সময় কেউ কেউ রেলগাড়িতে এমন সব জিনিস ফেলে যান, যা সবার নজরে পড়ে:Manchmal kann man die vergessenen Objekte einfach nicht übersehen:
29কেউ একজন রেলগাড়িতে বনসাই চারা ফেলে গেছেন, হা হা হা…। এটা দেখতে অদ্ভুত লাগছে।Jemand hat doch tatsächlich einen Bonsaibaum im Zug vergessen, hahaha… Das sieht so seltsam aus, dass sich niemand in die Nähe setzen will.
30কেউ এটার কাছাকাছি সিটে বসতে চাইছেন না।Wir sind in Shinagawa und es ist Endstation.
31আমরা সিনাগাওয়াতে আছি। এটাই শেষ স্টেশন।Der Schaffner schien wirklich verängstigt zu sein und sagte “Waaaaaaas?”
32রেলগাড়ির কন্ডাক্টরকে দেখে মনে হলো, সে সত্যি সত্যি আহত হয়েছে।Jemand ist für einen richtigen Krimi verantwortlich, weil er das (Teekessel) im Zug liegen lassen hat.
33সে শুধু বলতে পারলো, হাহ্?Wer und Wieso?
34চায়ের কেটলি ফেলে গিয়ে কেউ একজন সত্যি সত্যি রহস্যময় ঘটনার জন্ম দিলেন।Twitter Nutzer schrieben auch über das Finden von wertvollen Gegenständen und die Rückgabe dieser an ihre rechtmäßigen Besitzer:
35তিনি কে, কেন চায়ের কেটলি ফেলে গেলেন?Heute Morgen habe ich diese zwei Gegenstände im Zug gefunden.
36একজন টুইটার ব্যবহারকারী রেলে কুড়িয়ে পাওয়া একটি জিনিসের ছবি পোস্ট করেছেন, যাতে আসল মালিকের কাছে এটা ফিরিয়ে দেয়া যায়:
37আজকে সকালে আমি এই দু'টি জিনিস কুড়িয়ে পেয়েছি। কেউ একজন ভুলে রেলে ফেলে গিয়েছিলেন।Und weil ich ein braver Mensch bin, habe ich sie dem Bahnhofsschaffner übergeben.
38আমি খুব ভালো ছেলে। আমি স্টেশনের একজন কর্মীর কাছে রেখে এসেছি।Zu guter Letzt gaben einige Nutzer Ratschläge, was zu tun sei, wenn man etwas im Zug vergisst:
39যারা রেলগাড়িতে জিনিসপত্র ভুলে ফেলে যান, তাদের উদ্দেশ্য ব্যবহারকারীরা পরামর্শ দিয়েছেন:Wenn du etwas im Zug vergisst: Sollte dir auffallen, dass du etwas vergessen hast, steige sofort (wieder) in den Zug ein.
40যখন আপনি রেলগাড়িতে জিনিসপত্র ফেলে যাবেন: যখনই মনে হবে আপনি কোনো কিছু রেলগাড়িতে ফেলে এসেছেন, তখনই রেলগাড়িতে ফিরে আসুন।
41রেলগাড়িতে যখন উঠবেন, যদি পারেন গাড়ি বা বগির নম্বরটা টুকে নিন। নম্বর খুঁজে পাবেন গাড়ির একদম পিছনের দিকে।Im Zugwagon solltest du dir dann die Nummer (3 bis 4 Nummern und Buchstaben), die am Ende des Wagons steht, aufschreiben.