Sentence alignment for gv-ben-20120224-22977.xml (html) - gv-deu-20120313-7015.xml (html)

#bendeu
1ওয়ান ডে অন আর্থ: সারা বিশ্বের মানুষের সহযোগিতায় নির্মিত চলচ্চিত্রের বিশ্বব্যাপী প্রদর্শনOne Day on Earth: Internationale Vorführung des weltweiten gemeinschaftlichen Films
2ওয়ান ডে অন আর্থEin Tag auf der Erde
3২০১০ সালের অক্টোবরের ১০ তারিখে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনের পাঠানো ৩ হাজার ঘন্টার বেশি ফুটেজ নিয়ে ওইদিন নির্মিত হয়েছিল সহযোগিতামূলক চলচ্চিত্র ওয়ান ডে অন আর্থ।Der gemeinschaftliche Film One Day on Earth („Ein Tag auf der Erde“) wurde an einem einzigen Tag, dem 10. Oktober 2010, gedreht.
4ফুটেজে পৃথিবীর একদিনের বিচিত্র বিষয়, সংঘাত, বিয়োগান্তক ঘটনা, বিজয়োল্লাস ফুটে উঠেছে।Mit über 3.000 Stunden Filmmaterial aus aller Herren Ländern stellt er die erstaunliche Vielfalt, Konflikte, Tragik und Triumph dar, die alle am selben Tag geschehen.
5ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং জাতিসংঘের সহযোগিতায় পৃথিবীর প্রতিটি দেশে আগামী ২২ এপ্রিল ২০১২ সালে এই চলচ্চিত্রটির বিশ্বব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।Unterstützt von UNESCO-Welterbe und den Vereinten Nationen, findet die internationale Vorführung am Tag der Erde (dem 22.
6ওয়ান ডে অন আর্থ-এ পাঠানো ফুটেজ সংগ্রহশালা থেকে খোঁজা যাবেApril 2012) in jedem Land der Welt statt.
7২০১০ সালে অক্টোবরের ১০ তারিখ থেকে ২০১১ সালের নভেম্বরের ১১ তারিখ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সহযোগীদের ইন্টারঅ্যাকটিভ ম্যাপের মাধ্যমে পাঠানো ভিডিওগুলো আপনি ওয়ান ডে অন আর্থ চলচ্চিত্রের সংগ্রহশালা থেকে দেখতে পারবেন।Nach eingesandten Videos in Archiven stöbern Die interaktive Karte im Archiv von “One Day on Earth” zeigt die Videos, die vom 10. Oktober 2010 bis 11. November 2011 von Unterstützern des Projekts aufgenommen wurden.
8এই সংগ্রহশালা থেকে কিওয়ার্ড এবং ট্যাগের মাধ্যমেও ফুটেজ খুঁজে দেখা যাবে। আবার ম্যাপের ওপর বিভিন্ন ভিডিও গুচ্ছ থেকেও ব্রাউজ করে দেখা যাবে।Du kannst das Archiv nach Markierungen und Stichwörtern durchsuchen oder auf der Karte stöbern, um verschiedene Videogruppen aufzurufen.
9আপনি আপনার নিকটবর্তী কোনো স্থানে প্রদর্শনীর কাজে সহযোগিতা করে, প্রদর্শনীর জন্য এলাকার মনোনয়ন পাঠিয়ে অথবা অনুষ্ঠানের আয়োজক হয়ে বিশ্বব্যাপী প্রদর্শনীর কর্মযজ্ঞে অংশ নিতে পারেন।Auch kann man an der Internationalen Vorführung teilnehmen - melde dich bei den Organisatoren, um eine Vorführung in der Nähe zu unterstützen, schlage einen neuen Ort vor oder rufe eine Veranstaltung ins Leben!
10কিছু জায়গায় ভেন্যুর সাইজ ছোট হওয়ায় সহযোগীর সংখ্যা কম হতে পারে: প্রদর্শনী দেখার নিশ্চয়তা চাইলে, আপনি এই সাইটে নিবন্ধন করতে পারেন।In einigen Orten sind die Unterstützungsmöglichkeiten aus Platzgründen begrenzt - um für sich einen Platz bei der Vorführung zu sichern, melde dich auf der Website an [en].
11নিচে ওয়ান ডে অন আর্থ চলচ্চিত্রের মুল ট্রেলার রয়েছে।Nachfolgend der Trailer zum Film „One Day on Earth“.