Sentence alignment for gv-ben-20140308-42139.xml (html) - gv-deu-20140309-18430.xml (html)

#bendeu
1রিফিউজি ইউনাইটেডের সাথে গ্লোবাল ভয়েসেসের অংশীদারGlobal Voices unterstützt Refugees United
2রিফিউজি ইউনাইটেডRefugees United
3আগের যেকোন সময়ের চেয়ে পৃথিবী আরও সংযুক্ত হয়েছে। কিন্তু উদ্বাস্তুরা কোন দ্বন্দ্ব বা দুর্যোগের সম্মুখীন হলে প্রিয়জনদের সাথে যোগাযোগ হারান - কখনও কখনও এটি চিরকালের জন্য।Die Welt ist zwar vernetzter denn je, aber wenn Menschen auf der Flucht vor Konflikten oder Katastrophen den Kontakt zu denjenigen verlieren, die ihnen nahestehen, dann ist dies manchmal ein Abschied für die Ewigkeit.
4বিশ্বব্যাপী ৪৩ মিলিয়ন উদ্বাস্তুর মধ্যে, একটি বিশাল সংখ্যা আবার কখনই তাদের পরিবারের দেখা পান না, কারণ তাদের কাছে পৌঁছানোর কোন উপায় থাকে না।Von den 43 Millionen Flüchtlingen weltweit wird eine erschreckend hohe Zahl nie wieder ihre Familien sehen, weil sie einfach nicht die Möglichkeit haben, mit ihnen in Kontakt zu treten.
5রিফিউজি ইউনাইটেড এমন একটি সংস্থা যেটি বিদীর্ণ উদ্বাস্তু পরিবারকে সাহায্য করার জন্য ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহার করে।Refugees United [en] ist eine Organisation, die mithilfe von Internet und Mobiltelefonen versucht, Familien wieder zusammenzuführen.
6তাদের পদ্ধতির ব্যবহারকারীরা বেনামী থাকার ক্ষেত্রে শুধুমাত্র নিরাপদ তথ্য আপলোড করেন যেটি শেয়ার করলেও তারা নিজেদের নিরপদ রাখতে পারেন।In diesem System können die Nutzer selber entscheiden, welche Informationen sie hochladen, und somit ihre Anonymität wahren.
7ইতিমধ্যে অনেকেই রিফিউজি ইউনাইটেডের মাধ্যমে তাঁদের পরিবার এবং বন্ধুদের খুঁজে পেয়েছেন। কিন্তু সেবার অব্যাহত সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করে উদ্বাস্তুরা কোথায় আছেন তা জানার উপর।Über Refugees United haben sich schon viele Familien und Freunde wiedergefunden, jedoch hängt der weitere Erfolg des Dienstes davon ab, dass Flüchtlinge von seiner Existenz wissen.
8কিভাবে তারা কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছায়?Wie kann man sie erreichen?
9গত বছর থেকে গ্লোবাল ভয়েসেসের অনুবাদকরা সোয়াহিলি, ফরাসি, সোমালি, আমহারিক, সুদানের আরবি ও প্রচলিত আরবি ভাষার প্রচার উপকরণ, সামাজিক মিডিয়া এবং এসএমএস বার্তা অনুবাদ করতে রিফিউজি ইউনাইটেডের সঙ্গে কাজ করে যাচ্ছে।Seit letztem Jahr arbeiten Übersetzer von Global Voices mit Refugees United zusammen und übersetzen Informationsmaterialien, Inhalte in den sozialen Medien und SMS-Nachrichten in Swahili, Französisch, Somali, Amharisch, sudanesisches Arabisch und Hocharabisch.
10এছাড়াও স্পষ্ট এবং সাংস্কৃতিকভাবে উপযুক্ত বার্তা কিভাবে দক্ষতার সাথে প্রেরণ করা যায়, সেরকম স্থানীয় উপদেশও আমরা শেয়ার করি।Weiterhin unterstützen wir Refugees United dabei, Nachrichten klar und der Kultur angemessen zu formulieren.
11রিফিউজি ইউনাইটেড আশা প্রকাশ করছে যে ২০১৫ সালের মধ্যে তারা ১০ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে চায় এবং গ্লোবাল ভয়েসেস তাঁদের সমর্থনের প্রস্তাব করে গর্বিত।Refugees United hat sich zum Ziel gesetzt, bis 2015 eine Million Menschen zu erreichen, und Global Voices ist stolz darauf, Teil dieses Vorhabens zu sein.
12রিফিউজি ইউনাইটেডের ইদা জেং বলেছেন, “তাদের অনুবাদক ও ব্লগারদের শক্তিশালী নেটওয়ার্কের সহযোগীতার দ্বারা আমরা যে আরও বেশি পরিবারের কাছে পৌঁছতে পারি গ্লোবাল ভয়েসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব তাঁর একটি প্রমাণ।”“Unsere Zusammenarbeit mit Global Voices zeigt, dass wir noch mehr Familien erreichen können, wenn wir mit seinem weitgefassten Netzwerk aus Übersetzerinnen und Bloggern zusammenarbeiten”, so Ida Jeng von Refugees United.
13পুনরায় সংযোগ শক্তিDer Zauber der Wiedervereinigung
14রিফিউজি ইউনাইটেডের ব্লগে তাঁদের প্রসার ও পুনঃমিলন সম্পর্কে অগণিত গল্প রয়েছে।Der Blog von Refugees United [en] enthält zahllose Berichte darüber, wie sich Familien und Freunde wiedergefunden haben. [en]
15এই অ্যানিমেশন ​​ইস্তেলে নামের একজন মহিলার গল্প বলছে, যিনি প্রায় ১৬ বছর বিচ্ছেদের পর তার বোনকে ফিরে পান। এবং এখানে দুই জন ভাইয়ের একটি ভিডিও রয়েছে।Dieses animierte Video erzählt die Geschichte einer Frau namens Estelle, die nach 16 Jahren ihre Schwester wieder trifft.
16তাঁরা এই রিফিউজি ইউনাইটেডের মাধ্যমে একে অপরের অবস্থান নিশ্চিত করার পরে গুগল হ্যাঙ্গআউটের মাধ্যমে প্রথমবারের মতো সাক্ষাৎ পায়। তারা ​​১৫ বছরের জন্য পৃথক ছিল।Und in diesem Video sind zwei kongolesische Brüder zu sehen, die sich nach 15 Jahren Trennung zum ersten Mal wieder auf Google Hangout on Air treffen, nachdem sie sich über Refugees United wiedergefunden haben.