# | ben | deu |
---|
1 | গ্লোবাল ভয়েসেস, কারাবন্দী অনলাইন মিডিয়া কর্মী এবং একটিভিস্টদের অবিলম্বে মুক্তি প্রদানের আহ্বান জানাচ্ছে | Global Voices fordert die sofortige Freilassung inhaftierter Online-Medienarbeiter und Aktivisten Sechs der in Addis Ababa verhafteten Blogger. |
2 | গ্লোবাল ভয়েসেস, কারাবন্দী অনলাইন মিডিয়া কর্মী এবং একটিভিস্টদের অবিলম্বে ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছে | Foto mit Genehmigung verwendet. Die Global Voices Gemeinschaft hat am heutigen 24. |
3 | বিশ্বে জুড়ে ব্লগার, মিডিয়া কর্মী এবং অনলাইন একটিভিস্টদের কারাগারে আটকে রাখার বিষয়ে নিন্দা জানিয়ে আজ গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় এক বিবৃতি প্রকাশ করেছে। | Januar 2015 eine Erklärung abgegeben, in der sie die Inhaftierung von Bloggern, Medienschaffenden und Online-Aktivisten auf der ganzen Welt verurteilt. |
4 | ফিলিপাইনের সেবু সিটিতে অনুষ্ঠিত গ্লোবাল ভয়েসেস সিটিজেন সামিট ২০১৫-এর উদ্বোধনী অধিবেশনে চীন, বাহরাইন এবং মেক্সিকোর মত দেশের কারাবন্দী ব্লগারদের নাম যৌথভাবে পাঠ করা হয়। | Die Namen von inhaftierten Personen aus Ländern wie China, Bahrain und Mexiko wurden auf der Eröffnungssitzung des Global Voices Citizen Media Summit 2015 verlesen, der in Cebu City auf den Philippinen abgehalten wurde. |
5 | এই বিবৃতি মত প্রকাশের স্বাধীনতার প্রতি গ্লোবাল ভয়েসেস-এর প্রতিশ্রুতি এবং কারাগার থেকে তাদের মুক্তির দাবীর প্রত সমর্থনের বিষয়টি নিশ্চিত করে। | In der Erklärung bekräftigt die Global Voices Gemeinschaft ihr Engagement für eine freie Meinungsäußerung und ihre Unterstützung für die Freilassung der Gefangenen. |
6 | আমরা, গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্যরা, সারা বিশ্বের সকল প্রকার অনলাইন একটিভিস্ট, স্বাধীন মিডিয়া কর্মী এবং ব্লগার, যারা বর্তমানে সরকারের দ্বারা কারাবন্দী অথবা উগ্রবাদীদের হাতে আটক রয়েছে, তাদের অবিলম্বে ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। | Wir, die Mitglieder der Global Voices Gemeinschaft, fordern eine sofortige Freilassung aller Online-Aktivisten, Mitarbeiter unabhängiger Medien und Blogger auf der ganzen Welt, die sich derzeit durch Regierungen in Haft befinden oder von Extremisten festgehalten werden. |
7 | এই সকল ব্যক্তি- যাদের অনেকে আমাদের বন্ধু এবং সহকর্মী-আমরা অধিকার এবং পরিবর্তন আনার জন্য উন্মুক্ত ভাব প্রকাশের ক্ষমতায়, সহযোগিতায় উৎসাহ প্রদান এবং সংঘর্ষের সমাধানে বিশ্বাসী। | Genau wie diese Menschen - von denen viele unsere Freunde und Kollegen sind - glauben auch wir an das Recht und die Kraft der Meinungsfreiheit, um Veränderungen voranzutreiben, um zu Zusammenarbeit zu inspirieren und Konflikte zu lösen. |
8 | তবে, মত প্রকাশের মত সার্বজনীন মানবাধিকারের নিরাপত্তা ছাড়া অধিকার রক্ষার এই শক্তিকে উপলব্ধি করা যায় না। | Jedoch kann diese Kraft ohne den Schutz der universellen Menschenrechte auf freie Meinungsäußerung nicht ausgeübt werden. |
9 | নিচের তালিকায় সেই সমস্ত ব্যক্তির মধ্যে মাত্র কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, যারা তাদের সরকার অথবা অন্য সেই সকল ক্ষমতাধর ব্যক্তির হাতে নির্যাতনের শিকার হয়েছে যারা সামরিক শক্তিকে সংগঠিত করার ক্ষমতা রাখে। | Im Folgenden nennen wir nur einige der Personen, die durch die Hände ihrer Regierungen oder anderen mächtigen, militärisch organisierten Akteuren Unterdrückung erleiden. |
10 | তালিকার বাইরেও এ রকম আরো অনেক নাম রয়ে গেছে। | Es gibt noch viele mehr. |
11 | আমরা এই ক্ষেত্রে চুপ করে থাকতে পারি না-এবং আপনিও তা পারেন না। | Wir können nicht schweigend zusehen - und Sie sollten es auch nicht. |
12 | আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি আমাদের এই দাবীর সাথে যোগ দিন, যেন বিশ্বের সকল রাষ্ট্রের সরকার সার্বজনীন মানবাধিকার ঘোষণার অধীনের নিজেদের দায়িত্ব পালন করে; এই সকল ব্যক্তির অধিকারকে রক্ষা এবং সম্মান করুন। | Wir bitten Sie, uns in unserer Forderung zu unterstützen, dass alle Regierungen ihrer Pflicht gemäß der Allgemeinen Erklärung der Menschenrechte nachkommen: Die Rechte dieser Personen zu schützen und zu respektieren. |
13 | আলজেরিয়া ইউসেফ ওউলদ দাদা | Algerien Youcef Ould Dada |
14 | আজারবাইজান রাসুল জাভারভ খাদিজা ইসমাইল ওমর মামাদভ আব্দুল আবিলভ রাশাদাত আখুনাদভ রাশাদ হাসানভ ইলকিন রুস্তমজাদে মাহাম্মাদ আজিজভ | Aserbaidschan Rasul Jafarov Khadija Ismayil Omar Mammadov Abdul Abilov Rashadat Akhundov Rashad Hasanov Ilkin Rustamzade Mahammad Azizov |
15 | বাহরাইন আব্দুলজালিল আলসিনগেস হুসাইন হুবাইল আলি মেয়ারাজ আহমেদ হুমাইদিন আবদুল্লাহ আল-খাওয়াজা জয়নাব আল খাওয়াজা আম্মার আবদুলরাসুল নাবিল রাজাব ঘাহাদা জামশির | Bahrain Abduljalil Alsingace Hussein Hubail Ali Mearaj Ahmed Humaidan Abdulhadi Al-Khawaja Zainab Al-Khawaja Ammar Abdulrasool Nabeel Rajab Ghada Jamsheer |
16 | চীন কানচাক তাসফেল গোপেই তাসাং, চোমেই শিয়াং নানফু ইলাহাম টোহটি কি চোংহুই মেমেতজান আবদুল্লাহ, ফ্রিল্যান্সার ডোকরু তসুলত্রিম ( জোহুরি সিচেঙ্গ) নিয়াজ কাহার, গোল্ডেন ট্রিম চেন উই ঘিয়ারাত নিয়াজ (হিয়ালিয়াতে নিয়াজি, ইউঘুরবিজ লিউ শিয়াওবো গুলমিরে ইমিন ইয়াং তোংইয়ান (ইয়াং তিয়ানশুই) ঝাং মিয়াও | China Kunchok Tsephel Gopey Tsang, Chomei Xiang Nanfu Ilham Tohti Qi Chonghuai Memetjan Abdulla, Freelance Dokru Tsultrim (Zhuori Cicheng) Niyaz Kahar, Golden Tarim Chen Wei Gheyrat Niyaz (Hailaite Niyazi), Uighurbiz Liu Xiaobo Gulmire Imin Yang Tongyan (Yang Tianshui) Zhang Miao |
17 | কিউবা আঞ্জেল সানটিসেটেবান প্রাটস | Kuba Ángel Santiesteban Prats |
18 | মিশর আলা আব্দে এল ফাত্তাহ মোহাম্মেদ আব্দেল নাবি আহমেদ ফোউয়াদ আবদুল্লাহ আল ফাখরানেই সামহি মুস্তাফা সানা সেইফ ইয়ারা সাল্লাম | Ägypten Alaa Abd El Fattah Mahmoud Abdel Nabi Ahmed Fouad Abdullah al-Fakharny Samhi Mustafa Sanaa Seif Yara Sallam |
19 | ইথিওপিয়া এসকিনদার নেগা রেয়াত আলেমু অবুসেত তায়ে তেমাসেগান দেসালেগান আবেল ওয়াবেয়েলা বেফেকাদু হাইলু আতনাফ বেরাহানে নাতালে ফেলেকে মাহালেত ফানতাহুন জালেলাম কিবারেট এদিম কাসায়ে তাসাফালেম ওয়েলদেইয়েস আসেমামাওয়া হেইলেগিওর্গিস | Äthiopien Eskinder Nega Reeyot Alemu Woubshet Taye Temesgen Desalegn Abel Wabela Befeqadu Hailu Atnaf Berahane Natnael Feleke Mahlet Fantahun Zelalem Kibret Edom Kassaye Tesfalem Weldeyes Asemamaw Hailegiorgis |
20 | ইরান সারাজ আলদিন মিরদামাদি মাহাদেইয়ে গোলরো সাইদ মালেকপোর আটজন ফেসবুক ব্যবহারকারী সোহেলি আরাবি | Iran Saraj Aladin Mirdamadi Mahdieh Golroo Saeed Malekpour 8 Facebook users Soheil Arabi |
21 | ইজরায়েল মোহাম্মদ সাবা'আনেহ | Israel Mohammad Saba'aneh |
22 | কুয়েত আবদুল্লাহ ফাইরুজ আবদুল্লাহ আব্দে আল-কারিম | Kuwait Abdullah Fairouz Abdullah Abd al-Kareem |
23 | ম্যাসেডোনিয়া টোমিস্লাভ কাজেরোভস্কি | Mazedonien Tomislav Kezarovski |
24 | মালয়েশিয়া তেরেসা কোক | Malaysia Teresa Kok |
25 | মালদ্বীপ আহমেদ রিজওয়ান আবদুল্লাহ | die Maldiven Ahmed Rizwan Abdulla |
26 | মৌরিতানিয়া মোহাম্মদ চেইকিহ ওউলাদ মোহাম্মদ বারহিম ওউলদ রামদানে জিবি শো বাইরাম ডাহ আবেদি | Mauretanien Mohamed Cheikh Ould Mohamed Brahim Ould Bilal Ramdane Djiby Sow Biram Dah Abeid |
27 | মেক্সিকো পেদ্রো সেলেস্টিনো কানাচে হেরেরা | Mexiko Pedro Celestino Canché Herrera |
28 | ওমান জুনাইদ হাফিজ | Oman Junaid Hafeez |
29 | সৌদি আরব সোহাইল আরাবি সাউদ আল শামমারি মিখালিফ আল শামমারি রাফিবাদাউয়ি | Saudi-Arabien Soheil Arabi Souad Al-Shammari Mikhlif Al-Shammari Raif Badawi |
30 | সিরিয়া তাল আল মাল্লোহি মাজেন দারাউইশ হুসাইন ঘেরার জিহাদ আসাদ মোমাম্মদ আকরাম রাসলান ফারেস মামাউ আলি মাহমুদ ওথমান হানি আল জিতানি রাজান জেইতুনেহ বাসেল খারতাবিল (সাফাদি) | Syrien Tal al-Mallohi Mazen Darwish Hussein Ghrer Jihad As'ad Mohamed Akram Raslan Fares Maamou Ali Mahmoud Othman Hani al-Zitani Razan Zeitouneh Bassel Khartabil (Safadi) |
31 | তিউনিশিয়া ইয়াসিন আইয়ারি | Tunesien Yassine Ayari |
32 | তুরস্ক সেভান নিসানইয়ান ওসমান গারিপ মেটিন অজটুর্ক | Turkei Sevan Nisanyan Osman Garip Metin Ozturk |
33 | সংযুক্ত আরব আমিরাত ওসমা এল নাজ্জার | die Vereinigten Arabischen Emirate Osama al-Najjar |
34 | যুক্তরাষ্ট্র ব্যারেট ব্রাউন | die Vereinigten Staaten Barrett Brown |
35 | ভিয়েতনাম বুই থি মিনাহ হাং ডাং শিউয়ান দেয়ু লে কোয়েক কুয়ান ট্রুঅং দুইয়ে নাহট মিনহ মান ডাং নগুয়েন হং লে থো নগুয়েন কুয়াং লাপ ট্রুয়ং দুয়ে নাহট | Vietnam Bui Thi Minh Hang Dang Xuan Dieu Le Quoc Quan Truong Duy Nhat Minh Man Dang Nguyen Hong Le Tho Nguyen Quang Lap Truong Duy Nhat |