# | ben | deu |
---|
1 | দ্বিধাহীনভাবে মনোনীত করুন! | Nicht zögern, nominieren! |
2 | বছরের সেরা ব্লগ – ২০০৭ | BOBs 2007 |
3 | আবার বছরের সেই সময় এসেছে যখন ব্লগাররা তাদের সব থেকে সুন্দর টেম্পলেটে ভালো লেখা, ছবি আর পডকাস্টগুলো প্রকাশ করে…অবশ্যই ভালো একটা কারন আছে এর পেছনে… আর সেটি হলো যে দ্যা বেস্ট অফ ব্লগ (বিওবি) প্রতিযোগিতার মাধ্যমে বছরের সেরা ব্লগ বাছাই করা হবে! | Es ist wieder die Zeit gekommen, in der Blogger ihre besten Templates wählen und ihre besten Fotos und Podcasts veröffentlichen. Das alles hat einen guten Grund: Die BOBs (Best of Blogs) stehen vor der Tür! |
4 | জার্মান প্রচার মাধ্যম ডয়েচে ভেলে কর্তৃক প্রতি বছর আয়োজিত আন্তর্জাতিক ওয়েবলগের এই পুরষ্কার দেয়া হয় ১৫টি ক্যাটাগরিতে ১০টি ভাষায়: জার্মান, ইংরেজি, ফরাসী, স্পানিশ, আরবি, রাশিয়ান, পর্তুগিজ, চায়নিজ, ফারসী আর ডাচ। | Die Preisverleihung durch die Deutsche Welle ist die größte internationale Veranstaltung ihrer Art mit 15 Kategorien für Blogs in den 10 Sprachen Deutsch, Englisch, Französisch, Spanisch, Arabisch, Russisch, Portugiesisch, Chinesisch, Farsi und Niederländisch. |
5 | সেরা ব্লগের (বিওবি) উদ্দেশ্য হলো পৃথিবীময় ছড়িয়ে থাকা ব্লগোস্ফিয়ারগুলোর একটি বর্ণীল উপস্থাপন ও স্বীকৃতি আর ধরে নেয়া হয় একজন ব্লগারের জন্য এটি সব থেকে সম্মানজনক পুরষ্কার। | Zielt der BOBs ist, die weite Spannbreite der internationalen Blogosphäre zu zeigen und sind vermutlich die größte Ehre, die einem Blogger widerfahren kann. |
6 | যেহেতু এই পুরষ্কারগুলো ব্লগারদের জন্য এবং সেরাদের ব্লগাররাই বাছাই করে আমরা ভাবলাম যে ব্লগাররা আসলে এটির সম্বন্ধে কি ভাবে তা দেখা যাক। | Da der Preis für Blogger ist und von Bloggern vergeben wird, dachten wir uns, dass es doch interessant wäre zu erfahren, was die Blogger über die BOBs denken. |
7 | এখানে সব প্রেক্ষাপট থেকে কয়েক জনের মতামত দেয়া হলো। | Hier sind einige Eindrücke von Seiten der Bewertenden, der Bewerteten und all der anderen Beteiligten. |
8 | তুত (আরব ব্লগের নেটওয়ার্ক) খুব খুশী: | toot (“Das arabische Blognetzwerk”) feiert: |
9 | এই বছর আমাদের নিজেদের তুতার আহমেদ হুমিদ জুরিতে থাকবে যেখানে প্রতিটি ক্যাটেগরীর জুরি পুরষ্কারের জন্য মনোনয়ন আর সিদ্ধান্ত নেয়ার কঠিন কাজটা হয়। | Dieses Jahr wird unser Kollege Ahmed Humeid teil der Jury sein, die die schwierige Aufgabe hat die Nominierungen festzulegen und Jurypreise in allen Disziplinen zu vergeben. |
10 | রোমাঞ্চকর! | Aufregend! |
11 | মিডিয়াশিফট এর মার্ক গ্লেসার, যিনি এই বছর একজন বিচারক হয়েছেন, বলেছেনঃ | Mark Glaser von MediaShift, ebenfalls Juro, schreibt: |
12 | যদিও সেরা ব্লগের মনোনয়নে হালকা বিষয়ভিত্তাক ব্লগও নেয়া হয়, জুরিরা আসলে সেইসব ব্লগকে গুরুত্ব দেয় যেখানে কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা আছে। তারা দেখে সেটা রাজনীতি, মানবাধিকার বা বিশ্বে প্রভাব ফেলতে পারে এমন কোন ব্যক্তিগত মতামত কিনা। | Während die BOBs auch unbeschwerte Beiträge aufnimmt liegt das Hauptaugenmerk der Jury für gewöhnlich auf Blogs, die sich mit ernsten Themen auseinandersetzen, ob es nun um Politik, Menschenrechte oder persönliche Geschichte mit bedeutendem Hintergrund geht. |
13 | এই বছরের ব্লগারদের মধ্যে একটা আলোচনার বিষয় হচ্ছে আফ্রিকান ব্লগের অভাব ( বিওবি এর ওয়েবসাইটে মনোনীতদের দেশ দেখিয়ে একটি ম্যাপ আছে)। | Viele Blogger schreiben über den (bisherigen) Mangel an afrikanischen Nominierten (eine Weltkarte mit allen Nominierten kann auf der BOBs-Website angesehen werden). |
14 | যদিও গতবারের সেরা ইংরেজি ভাষার ব্লগ পুরষ্কার পেয়েছিল ব্ল্যাক লুকস (যার প্রতিষ্ঠাতা সোকারি একিন, গ্লোবাল ভয়েসেস আফ্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক) কিন্তু এখন আফ্রিকান ব্লগারদের অভাব দেখা যাচ্ছে। | Obwohl der Preis für den besten englischsprachigen Blog an Black Looks (dessen Gründer Sokari Ekine auch Redakteur von GV Afrika ist) ging, gibt es dieses Jahr einen offensichtlichen Mangel an afrikanischen Bloggern. |
15 | গ্লোবাল ভয়েসের সহ-প্রতিষ্ঠাতা এথান জুকারম্যান তার নিজের ব্লগ মাই হার্ট ইজ ইন আক্রা তে পাঠকদের অনুরোধ করেছেন আফ্রিকান ব্লগারদের মনোনয়ন করার জন্য: | GV-Gründer Ethan Zuckerman ruft die Leser seines Blogs My Heart's in Accra auf, afrikanische Blogger zu nominieren: |
16 | আমি বিওবি এর ম্যাপ দেখে গতকাল হতাশ হয়েছি কারন ওখানে একটাও সাব-সাহারান আফ্রিকান দেশ নেই। | Ich war enttäusch, als ich gestern die BOBs-Seite besuchte und mit diese Weltkarte ansah, die nicht einen einzigen Nominierten aus Schwarzafrika zeigt. |
17 | পরিস্থিতি হয়তো এতো খারাপ নয়, কারন দেখা যাচ্ছে একটি এলাকা থেকে দুই এর অধিক ব্লগ মনোনিত না হলে ম্যাপে দেখায়না, আর ওই ম্যাপের আরেকটি সংস্করনে যেখানে একটি করে ব্লগ মনোনয়ন পাওয়া জায়গা দেখায় তা এতো হতাশাব্যঞ্জক নয়। | Es stellte sich heraus, dass es nicht ganz so schlimm war - die Karte zeigt nur Orte mit mindestens zwei Nominierten, eine Karte mit allen Teilnehmern sieht nicht ganz so enttäuschen aus. |
18 | তারপরও এই ধরনের ম্যাপ থেকে যে চিত্র পাওয়া যায় তা হলো যে আফ্রিকাতে পড়ার উপযোগী কোন ব্লগ নেই। | Trotzdem bleibt die Aussage so einer Karte, dass es keine Blogger in Afrika gäbe, oder zumindest keine Lesenswerte. |
19 | ব্লগার হোয়াইট আফ্রিকান ও চিন্তিতঃ | Auch White African ist beunruhigt: |
20 | যখন প্রশ্ন আসে যে আফ্রিকাকে কিভাবে ওয়েবে দেখানো হয় তাতে সারা বিশ্ব যা দেখে তার জন্য আমরাও দায়ী। | Wenn es darum geht, wie Afrika im Netz dargestellt wird, tragen wir eine Mitverantwortung dafür, was der Rest der Welt sieht. |
21 | আফ্রিকাকে বাদ দেয়াতে আমাদের অখুশি হওয়ার কিছু নেই যখন আমরা প্রচার করি না একে অপরের, কোন দেশ থেকে আমরা এসেছি আর আমরা কি ধারনা পোষন করি। | Wir dürfen uns nicht beschweren, dass Afrika ausgeschlossen ist, wenn wir uns nicht einmal die Mühe machen uns gegenseitig zu bewerben, oder die Länder aus denen wir kommen und die Ideen, für die wir stehen zu präsentieren. |
22 | তাই আফ্রিকা আপনার ব্লগিং এর ভালোলাগার মধ্যে পড়ুক বা না পড়ুক, আসল কথা হচ্ছে আপনি পড়তে পছন্দ করেন এমন একটা ব্লগকে মনোনয়ন করবেন। | Ob Afrika nun Teil des eigenen Interesses ist oder nicht, es ist wichtig sich aufzuraffen und ein Bog zu nominieren, dass man gerne ließt! |
23 | গ্লোবাল ভয়েসেস এই বছরের পুরষ্কারকে কো-স্পনসর করছে এই আশায় যে আরো বেশি স্বতন্ত্র কন্ঠ শোনাতে সাহায্য করতে পারবে। | Global Voices ist ein Sponsor der diesjährigen Preises - in der Hoffnung, mehr Stimmen Gehör zu verschaffen. Geschrieben von Jillian York. |