Sentence alignment for gv-ben-20121119-32865.xml (html) - gv-deu-20121115-12890.xml (html)

#bendeu
1ইজরায়েলী নেটনাগরিকরা রমনি’র পরাজয় উদযাপন করছেIsraelische Netzbürger bejubeln Romneys Niederlage
2ইজরায়েলী নেটনাগরিকরা ঘনিষ্ঠভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুসরণ করেছে। তাদের অনেকে নির্বাচনী প্রার্থীদের মধ্যে কে ২৭০ ইলেক্টোরাল ভোটের দরজা অতিক্রম করছে দেখার জন্যে ভোর পর্যন্ত জেগে থেকেছে।Die israelischen Netzbürger verfolgten gespannt die Wahlen in den Vereinigten Staaten, viele von ihnen blieben sogar bis in die frühen Morgenstunden wach, um herauszufinden, welcher der beiden Kandidaten über die Schwelle von 270 Wahlmännerstimmen käme.
3ইজরায়েলী সামাজিক মিডিয়া এবং ব্লগোস্ফিয়ারে জনগণকে বামভাবাপন্ন মনে হয়েছে।Die israelische Szene der sozialen Medien und Blogwelt ist dominiert von Menschen, die eher linksorientiert sind.
4আর তাই অধিকাংশ আশা করেছে যেন ওবামা পুনঃনির্বাচিত হয়।Deshalb hoffte man, dass Obama wiedergewählt werden würde.
5উদার ইজরায়েলিরা সাধারণভাবে শান্তি প্রক্রিয়া এবং ইজরায়েলের ভিতরে মানবাধিকার লংঘন বিষয়ে ওবামার নিষ্ক্রিয়তায় হতাশ, তবে রমনিকে দু'টি বিকল্পের মধ্যে নিকৃষ্ট বিবেচনা করা হয়েছে।Liberale Israelis sind allgemein enttäuscht [en] von Obamas Untätigkeit bezüglich des Friedensprozesses und der Menschenrechtsverletzungen innerhalb Israels. Doch Romney wird als schlimmste der beiden Möglichkeiten angesehen.
6নেতানিয়াহুর পরোক্ষ রমনি সমর্থন এর পাশাপাশি নারী অধিকার, সমকামী অধিকার এবং সামাজিক সমতা বিষয়ে রমনি'র রক্ষণশীল অবস্থান তাকে ইজরায়েলী নেটনাগরিকদের মধ্যে যথেষ্ট অ-জনপ্রিয় করেছিল।Netanyahu's indirekte Befürwortung [en] Romneys sowie seine konservative Haltung gegenüber den Rechten der Frauen [en], Rechten der Homosexuellen und sozialer Gleichberechtigung machten ihn ziemlich unbeliebt bei den israelischen Netzbürgern.
7ইজরায়েলী নেটনাগরিকরা ওবামার বিজয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মূলতঃ ইজরায়েলী রাজনীতির প্রেক্ষাপটে, নেতানিয়াহু এবং রমনি'র উদার অর্থ যোগানদাতা এবং নেতানিয়াহুপন্থী বিনামূল্যের দৈনিক ইজরায়েল হায়োম (আজকের ইজরায়েল)-এর মালিক ধনকুবের শেলডন আডেলসনের আঘাতের কারণে।Sie reagierten auf Obamas Sieg meist im Bezug auf die israelische Politik - als Hieb für Netanyahu und Netanyahus und Romneys großzügigen Finanzier, den Milliardär Sheldon Adelson, dem auch die pro-Netanyahu Tageszeitung Israel Hayom gehört.
8বামপন্থী ব্লগার কার্ট টাচোলস্কি তার ফেসবুকে [হিব্রু] পোস্ট করেছেন:Der linke Blogger Kurt Tucholski postete [heb] auf Facebook:
9আমাকে ইজরায়েল হায়োমের আগামীকালের শিরোনামটি ভবিষ্যদ্বাণী করতে দিন: মার্কিন যুক্তরাস্ট্রের রাষ্ট্রপতি প্রতিদ্বন্দ্বিতায় রমনি দ্বিতীয় হয়েছে, আর ওবামা হয়েছেন শেষজনের আগের জন!Lasst mich die morgige Schlagzeile der Israel Hayom vorhersagen: Im Kampf um die Präsidentschaft der USA kam Romney als Zweiter an, während Obama auf den vorletzten Platz kam!
10এই হাস্যরসাত্মক ভবিষ্যদ্বাণী সত্য না হলেও দৈনিকটি ওবামার বিজয়ের পর “মার্কিন যুক্তরাষ্ট্র সমাজতন্ত্র পছন্দ করেছে” শিরোনামে একটি উপসম্পাদকীয় প্রকাশ করেছে।Während diese lustige Vorhersage nicht wahr wurde, veröffentlichte die Zeitung tatsächlich einen Meinungskommentar [en] mit der Überschrift “Die USA wählte den Sozialismus” anknüpfend an den Sieg Obamas. Asafsky Levy postete dieses Bild [en] Adelsons auf Facebook:
11আসাফস্কি লেভি ফেসবুকে আডেলসনের এই ছবিটি পোস্ট করেছেন:Der Text lautet: “Naja, wenigstens habe ich Bibi…” Die feministische Bloggerin H.
12নারীবাদী ব্লগার এইচ বি হফম্যান টুইটারে ইজরায়েলীদের মধ্যেকার সাধারণ পরিবেশের বর্ণনা দিয়েছেন:B. Hoffman beschrieb die generelle Stimmung der Israelis auf Twitter:
13@ভ্যান্ডারসিস্টার: আমার প্রতিক্রিয়াটি পরের দুর্দশায় আনন্দে এবং ওবামার প্রতি নেতানিয়াহুকে শক্ত আঘাত দেয়ার আহবানে পরিপূর্ণ।@vandersister [heb]: Mein Feed ist voller Schadenfreude und Aufrufe an Obama, dass er Netanyahu einmal kräftig schlagen solle.
14আর আমি বলতে চাই আসলে এটা ঠিক হলো না।Und ich möchte sagen, dass das wirklich nicht nett ist.
15আমি যাতে যোগ দিতে পারি সে জন্যে আপনি অপেক্ষা করেননি, এটা ঠিক হয়নি।Es ist nicht nett, dass ihr nicht auf mich gewartet habt, damit ich mitmachen kann.
16শুনুন ওবামা, আঘাত করুন ওকে।Komm schon, Obama, schlag ihn.
17সাংবাদিক এবং সঙ্গীতশিল্পী ইউভাল বেন এমি ফেসবুকে পোস্ট করেছে:Der Journalist und Musiker Yuval Ben Ami postete [heb] auf Facebook:
18শেলডন আডেলসন মাত্র ১০ কোটি ডলার জলে ঢেলেছেন।Sheldon Adelson hat soeben 100 Millionen $ zum Fenster hinausgeworfen.
19বাস্তবে তার জন্যে এর দুর্বল পরিবর্তন আমার পরের দুর্দশা দেখার আনন্দ নষ্ট করেছে মাত্র।Nur die Tatsache, dass es für ihn Kleingeld ist, verdirbt mir etwas die Schadenfreude.
20উরিয়েল দাস্কাল নেতানিয়াহুর রমনি সমর্থনের জুয়া সম্পর্কে টুইট করেছেন:Ouriel Daskal twitterte über Netanyahus gewagtes Unternehmen, Romney zu unterstützen:
21@ওদাস্কাল: কিভাবে জীবিকার জন্যে জুয়া খেলা [ক্যাসিনো বানিয়ে ভাগ্য গড়া] শেলডন আডেলসন এবং সারাক্ষণ আমাদের জীবন নিয়ে জুয়া খেলা বিবি [নেতানিয়াহু] এতো শোচনীয়ভাবে তাদের বাজীতে হেরে গেলেন?@odaskal [heb]: Wie kommt es, dass Sheldon Adelson, der mit Spekulationen seinen Lebensunterhalt verdient [er machte ein Vermögen durch den Bau von Kasinos] und Bibi [Netanyahu], der ständig mit unseren Leben spielt, sich so sehr mit ihrer Wette verschätzt haben?
22ইজরায়েলী নেটাগরিকরা একে নেতানিয়াহুর পরাজয় বিবেচনা করে আনন্দ করেছে:Die israelischen Netzbürger freuten sich hämisch über das, was sie als Netanyahus Verlust ansehen:
23আয়াল ব্রেভের তৈরী করা এই ছবিটি ফেসবুকে ব্যাপকভাবে ভাগাভগি হয়েছে:Eyal Brave entwarf dieses Bild [heb], das auf Facebook groß die Runde machte:
24“বেঞ্জামিন, খবর কী?“Benjamin, was geht?
25বলুন তো, আপনি যে এখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, সেটা কী মনে করতে পারেন?”Sag mal, erinnerst du dich daran, wie du dich in die Präsidentschaftswahlen hier in den Vereinigten Staaten eingemischt hast und versucht hast, sie zu manipulieren?”
26নেতানিয়াহু: ” হ্যাঁ।Netanyahu: “Ja.
27(কিন্তু) কেন?”Warum?”
28ওবামা: “(না) কোন কারণ ছাড়াই”Obama: “Nur so.”
29ইজরায়েলী বামপন্থী এক্টিভিস্ট জন ব্রাউন ছবিটি এই ছবিটি পোস্ট করেছেন:Der israelische linksorientierte Aktivist John Brown postete dieses Bild [heb]: Der Text lautet: “Juhu, du Drecksau!”
30রমনি'র উপর নেতানিয়াহুর ভুল বাজি নিয়ে মন্তব্য করতে গিয়ে ইজরায়েলী মেমেশিল্পী আমির শিবি এই ছবিটি তৈরি করেছেন:Der israelische Meme-Künstler Amir Schiby entwarf dieses Bild [heb] als Antwort auf Netanyahus falsche Wette auf Romney:
31নেতানিয়াহু: “আমার সব টাকা রমনির জন্যে বাজি ধরুন”.Netanyahu: “All mein Geld auf Romney”. “Weißt du was?
32“আপনি কী (এটা) জানেন?Meine Unterwäsche und Israel auch noch.”
33আমার অন্তর্বাস এবং ইজরায়েলও বাজি” “বাজেয়াপ্ত” এবং “বিক্রয়ের জন্যে” লেখা একটি বাড়ির পাশে (দাঁড়ানো) ওবামা: “আপনি কিছু বিষয় ভুলে যাচ্ছেন না তো?”Obama neben einem Haus mit den Schildern: “zwangsversteigert” und “zu verkaufen”: “Hast du nicht etwas vergessen?” Shachar B.
34আসন্ন ইজরায়েলী নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় হবে - কিছু কিছু ইজরায়েলীর এই আশাকে কণ্ঠ দিতে শাচার বি. কোটানি এই ব্যাপকভাবে ভাগাভাগি করা ছবিটি তৈরি করেছেন:Cotani sprach die Hoffnung einiger Israelis aus, dass die baldigen Wahlen in Israel Netanyahus Niederlage bedeuten werden, indem er dieses weit verbreitete Bild [heb] erschuf: