Sentence alignment for gv-ben-20150514-48610.xml (html) - gv-deu-20150608-29723.xml (html)

#bendeu
1সমকামী জাপানিরা দিন দিন প্রকাশ্যে বেড়িয়ে আসছেনImmer mehr lesbische, schwule, bisexuelle und transsexuelle Japaner outen sich
2শিরোনামঃ ১৩ জনে ১ জন এলজিবিটি (যৌন সংখ্যালঘু) হিসেবে চিহ্নিত।Bildunterschrift: 1 von 13 identifiziert sich als LGBT.
3স্ক্রিনক্যাপ সৌজন্য এনএইচকেScreencap von NHK
4আন্তর্জাতিক জনসংযোগ এবং অন্যতম শীর্ষ বিজ্ঞাপনী সংস্থা দেন্তসু পরিচালিত একটি অনলাইন জরিপে দেখা গেছে, ২০ বছর থেকে ৫৯ বছর বয়সী প্রতি ১৩ জন জাপানীর মাঝে ১ জন করে সমকামী নারী, সমকামী পুরুষ, উভকামী অথবা লিঙ্গ পরিবর্তনকারী (এলজিবিটি) হিসেবে চিহ্নিত হয়েছেন।Eine durch die japanische Werbeagentur Dentsu durchgeführten Online-Umfrage ergab, dass einer von 13 Japanern (7,7 Prozent) im Alter zwischen 20 und 59 Jahren lesbisch, schwul, bisexuell oder transsexuell (LGBT) ist.
5জাপানি ভাষায় পরিচালিত জরিপটির মূল ফলাফল এখানে পাওয়া যাবে।Die Ergebnisse der in japanischer Sprache durchgeführten Umfrage können hier angefordert werden.
6২০১২ সালের দেন্তসু সমীক্ষার ফলাফলের তুলনায় এই সংখ্যা বেড়েছে। সে সমীক্ষায় প্রতি ১৯ জন উত্তরদাতার মাঝে ১ জন করে এলজিবিটি হিসেবে সনাক্ত হয়েছিলেন।Die diesjährigen Zahlen bedeuten einen Anstieg, da in einer im Jahr 2012 von Dentsu durchgeführten Umfrage ermittelt wurde, dass sich einer von 19 Menschen in Japan im zuvor angegeben Alter als LGBT identifiziert.
7জাপানে বেশ কয়েকটি শহরে সমকামী নাগরিক ইউনিয়ন'কে স্বীকৃতি দেয়ার পর এবং জাপানি শিক্ষা মন্ত্রণালয় জাপানি সমাজে বৈচিত্র্য বাড়াতে নতুন পাঠক্রম চালু করতে সব প্রস্তুতি সম্পন্ন করার মাত্র এক মাসের মধ্যে ২০১৫ সালের এপ্রিল মাসে পরিচালিত এই জরিপের ফলাফল প্রকাশিত হল।Die Veröffentlichung der Ergebnisse der im April 2015 durchgeführten Umfrage kam nur knapp einen Monat, nachdem mehrere große Städte in Japan gleichgeschlechtliche, eingetragene Partnerschaften offiziell anerkannt haben und das japanische Bildungsministerium ein neues, Diversität förderndes Curriculum vorstellte.
8২০১৫ সালের এপ্রিল মাসে প্রকাশিত আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞাপনী সংস্থা দেন্তসু সনাক্ত করেছে যে জাপানে ভোক্তাদের একটি ক্রমবর্ধমান প্রভাবশালী জনসংখ্যা হয়ে উঠছে এলজিবিটি সম্প্রদায়।In einer weiteren im April veröffentlichten Pressemitteilung bezeichnete Dentsu die LGBT-Gemeinschaft als eine in Japan zunehmend an Bedeutung gewinnende demografische Verbrauchergruppe mit einer jährlichen Kaufkraft von 5,94 Billionen Yen (umgerechnet 42,41 Milliarden Euro).
9এ সম্প্রদায় বছরের ৫ দশমিক ৯৪ ট্রিলিয়ন ইয়েন (আনুমানিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার) খরচ করে থাকে। ২০১৫ সালের ৭ এবং ৮ এপ্রিল দেন্তসু ইন্টারনেটে ৭০ হাজার লোকের উপর সমীক্ষাটি চালিয়েছে।Um die oben genannten 7,7 Prozent der sich als LGBT identifizierenden Japaner zu ermitteln, wurden 70.000 Menschen vom 7. bis zum 8. April 2015 über das Internet befragt.
10ফলাফলে দেখা যায়, জাপানিদের শতকরা ৭ দশমিক ৭ শতাংশ লোক সমকামী।Die Ergebnisse wurden im Anschluss in verschiedenen Altersstufen eingeteilt:
11বয়সের ভিত্তিতে ফলাফলটি জানানো হয়েছেঃ জরিপে উত্তরদাতাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন বয়সে তাঁরা প্রথম নিজেদের সমকামী পুরুষ, সমকামী নারী, উভকামী অথবা লিঙ্গ পরিবর্তনকারী হিসেবে বুঝতে পারেন?Auf die Frage hin, wann sie sich selbst zum ersten Mal als schwul, lesbisch, bisexuell oder transsexuell identifizierten, antworteten 18,6 Prozent der Befragten (die größte Gruppe) im Alter zwischen 13 und 15 Jahren.
12তাদের শতকরা ১৮ দশমিক ৬ শতাংশ (বেশিরভাগ উত্তরদাতা) এর উত্তর ছিল ১৩ থেকে ১৫ বছর বয়সের মাঝে।Die mit 17,2 Prozent zweitgrößte Gruppe der Befragten identifizierte sich im Alter von 6 Jahren als LGBT.
13পরবর্তী শতকরা ১৭ দশমিক ২ শতাংশ উত্তরদাতা বলেছেন, ৬ বছর বয়সের মাঝেই তাঁরা নিজেদের এলজিবিটি হিসেবে সনাক্ত করতে পেরেছেন।16 Prozent der Befragten gaben an, sich zum ersten Mal im Alter zwischen 10 und 12 als LGBT identifiziert zu haben.
14উত্তরদাতাদের শতকরা ১৬ শতাংশ বলেছেন, তাঁরা ১০ থেকে ১২ বছর বয়সে নিজেদের এলজিবিটি হিসেবে চিহ্নিত করতে পেরেছেন।9,8 Prozent der Befragten identifizierten sich zum ersten Mal als LGBT, als sie 40 Jahre oder älter waren.
15শতকরা ৯ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে তাঁরা ৪০ বছর বয়সের পর নিজেকে এলজিবিটি হিসেবে চিহ্নিত করেছেন।56,8 Prozent der Befragten machten keine näheren Angaben zu dieser Frage.
16তবে বাকি শতকরা ৫৬ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা কখন তাঁদের নিজেদের প্রথম এলজিবিটি হিসেবে সনাক্ত করতে পেরেছেন তা প্রকাশ করতে চাননি। একই সময়ে ফুমিনো সুগিয়ামা খবরে মন্তব্য করেছেন, টোকিওর শিবুয়া ওয়ার্ডে সমকামী ইউনিয়নগুলোকে স্বীকৃতি জানাতে সার্টিফিকেট ইস্যু শুরু করা হবে।Ungefähr zur selben Zeit äußerte sich Fumino Sugiyama, ein transsexueller Mann, der früher Teil der Frauen-Nationalmannschaft im Fechten war, über die Neuigkeit, dass der Stadtbezirk Shibuya in Tokyo anfangen wird, in eingetragenen gleichgeschlechtlichen Lebensgemeinschaften lebenden Menschen Zertifikate zu erstellen, die die besagten Partnerschaften anerkennen.
17উল্লেখ্য, তিনি জাতীয় মহিলা দলের সাবেক অসিক্রীড়ক।Auf einer Pressekonferenz im Foreign Correspondents Club of Japan (FCCJ) am 23.
18তিনি তার লিঙ্গ পরিবর্তন করে পুরুষে পরিণত হয়েছেন।April sagte Sugiyama:
19জাপানের বিদেশী প্রতিনিধি ক্লাবে গত ২৩ এপ্রিল তারিখে সংবাদ সম্মেলনে সুগিয়ামা বলেছেনঃIch möchte, dass Menschen wissen, dass Menschen, die sich als LGBT (“sexuelle Minderheiten”, 性的少数者) identifizieren, Teil unserer Gesellschaft sind.
20আমি সবাইকে জানাতে চাই যে এখানে কিছু সংখ্যক লোক এলজিবিটি (“যৌন সংখ্যালঘু, 性的少数者”) হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁরা আমাদের আশেপাশের পরিচিতজন। সুগিয়ামা একজন নারী হিসেবে জন্মেছেন।Sugiyama, dessen Geburtsgeschlecht weiblich ist, sagt, er habe schon im Kindergartenalter gewusst, dass er sich als Mann identifiziert und weinte, weil er keine Röcke tragen wollte.
21তিনি বলেছেন, কিন্ডারগার্টেনে পড়াশুনা করার সময় থেকে তিনি নিজেকে একজন পুরুষ হিসেবে চিন্তা করতে শুরু করেন এবং শিশু বয়স থেকেই তিনি স্কার্ট পড়তে চাইতেন না বলে কাঁদতেন।
22সুগিয়ামা একজন সফল উদ্যোক্তা, ফ্যাশন মডেল, বিনোদনকারী এবং জাপানের এলজিবিটি সম্প্রদায়ের মুখপাত্রে পরিণত হয়েছেন।Sugiyama arbeitet mittlerweile erfolgreich als Geschäftsmann, Model und Entertainer und ist ein Sprecher von Japans LGBT-Gemeinschaft.
23সুগিয়ামার মন্তব্য সম্বলিত সম্পূর্ণ এফসিসিজে সংবাদ সম্মেলনটি এখানে দেখা যাবেঃDer folgende Tweet enthält einen Link zu einem Video der ganzen Pressekonferenz, einschließlich Sugiyamas Rede:
24জাপানের বিদেশী প্রতিনিধি ক্লাবে সংবাদ সম্মেলন - ফুমিনো সুগিয়ামা।Pressekonferenz im Foreign Correspondents Club of Japan - Fumino Sugiyama.