# | ben | deu |
---|
1 | বরখাস্ত মেয়র এবং তার পত্নী ছাত্র নিখোঁজের ঘটনায় মেক্সিকো সিটিতে গ্রেপ্তার | Hoffnung im Fall der vermissten Studenten: Bürgermeister-Ehepaar von Iguala in Mexiko-Stadt verhaftet |
2 | “তাদের জীবন্ত ধরে নিয়ে গেছে, আমরা তাদের জীবন্ত ফেরত চাই” মেক্সিকো সিটি, অক্টোবর ৮, ২০১৪, ছবি ডেবরা পো সাতোর। | “Sie wurden lebend gefangen genommen, wir wollen sie lebendig zurück!” Mexico City, 8. Oktober 2014. |
3 | কপিরাইট ডেমোটিক্স-এর। | Foto von Débora Poo Soto, Demotix. |
4 | ৪ নভেম্বর ২০১৪, বুধবার, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ইগুয়েলার প্রাক্তন মেয়র হোসে লুইস আব্রাকা এবং তার স্ত্রী মারিয়া দে লস এঞ্জেলেস পিনেদাকে কেন্দ্রীয় পুলিশ গ্রেফতার করে। | In den frühen Morgenstunden des 4. November 2014, wurden der ehemalige Bürgermeister von Iguala, José Luis Abarca, und seine Frau, María de los Ángeles Pineda, von der Bundespolizei in Mexiko Stadt verhaftet. |
5 | | Beide wurden von der Regierung, wie auch von den Medien, als die mutmaßlichen Drahtzieher des Überfalls vom 26. |
6 | ২৬ সেপ্টেম্বর তারিখে গুয়েরারো এলাকার আয়োতজিনাপায় অবস্থিত রায়ুল ইসিদ্রো বার্গোস রুরাল স্কুলের ছাত্রদের উপর পুলিশ এবং অপরাধী গুণ্ডার দল যে হামলা চালায় তাতে সরকার এবং প্রচার মাধ্যম উভয়ে তাদের দোষী হিসেবে চিহ্নিত করেছে, যে ঘটনায় ছয়জন নিহত, ২০ জন আহত এবং ৪৩ জন নিখোঁজ রয়েছে। | September, bei dem die Polizei und kriminelle Banden beteiligt waren, ermittelt. Bei diesem Überfall auf Studenten der Raúl Isidro Burgos Rural School von Ayotzinapa im Bundesstaat Guerrero, wurden sechs Menschen getötet, zwanzig verletzt und 43 Studenten werden immer noch vermisst. |
7 | আয়োতজিনাপার নিখোঁজ ৪৩ জন ছাত্রকে নিয়ে গ্লোবাল ভয়েসেস এক বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। | Global Voices berichtete bereits ausführlich über die 43 vermissten Studenten. |
8 | আব্রাকা এবং পিনেদাকে তথাকথিত “রাজকীয় দম্পতি” বলে অভিহিত করা হয় এবং তারা পার্টি অফ দি ডেমোক্রেটিক রেভুলুশ্যন (পিআরডি)-এর সক্রিয় সদস্য, যে দলটি স্বয়ং দাবী করে তারা বাম মতাদর্শের দল। | Abarca and Pineda gelten als das sogenannte “Herrscherpaar” und sie sind aktive Mitglieder der Partei der demokratischen Revolution (PRD), die sich selbst als eine Partei mit linker Ideologie bezeichnet. |
9 | ছাত্রদের উধাও হবার এই ঘটনার আগে সোশ্যাল মিডিয়া পিনেদাকে #লেডিইগুয়ালা নামে অভিহিত করেছিল, তিনি এবং তাঁর স্বামীর আচরণ ছিল খামখেয়ালিপনায় ভরা এবং স্বৈরতান্ত্রিক। | Soziale Netzwerke gaben Pineda den Namen #LadyIguala wegen der Exzentrik und Willkür, die sie und ihr Mann in der Zeit vor dem Verschwinden der Studenten an den Tag legten. |
10 | ইগুয়ালা নামক শহরটি আয়োতজিনাপা-এর কাছে অবস্থিত, উধাও হয়ে যাওয়া ছাত্ররা যে বিশ্ববিদ্যালয়ে পড়ত এটি সেই শহরে অবস্থিত। | Die Stadt Iguala liegt in der Nähe von Ayotzinapa, wo sich der Hauptsitz der Schule befindet zu der die Studenten gehörten. |
11 | এদিকে ৩৯ দিন পার হয়ে যাওয়ার পরও আয়োতজিনাপার অবৈধভাবে স্বাধীনতা হরণ করা এই সকল ছাত্রের এখন পর্যন্ত বিস্তারিত অজানাই রয়ে গেছে। | Inzwischen sind 39 Tage vergangen, seit die Studenten von Ayotzinapa illegal ihrer Freiheit, mit unbekanntem Aufenthaltsort, beraubt wurden. |
12 | মেক্সিকো কর্তৃপক্ষের সমন্বয়ে আর্জেন্টিনার একদল ফরেনসিক নৃতাত্ত্বিক-এর দল দেশের দক্ষিণে অবস্থিত গুয়েরারো প্রদেশের ইগুয়ালার আশেপাশে খুঁজে পাওয়া অনেক গণ কবর খুড়ে দেখছে। | Das Argentinische Team für Forensische Anthropologie hat, in Abstimmung mit den Behörden, die Arbeit an den vielen Massengräbern, die in der Nähe von Iguala gefunden wurden, übernommen. Iguala liegt im Bundesstaat Guerrero, der sich im Südwesten Mexikos befindet. |
13 | এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার কাহিনীর এই সংস্করণকে সমর্থন করেছে যে কবরস্থানগুলোয় পাওয়া মানুষের অবশিষ্ট অংশ নিখোঁজ ছাত্রদের নয়, কিন্তু সরকার এই বিষয়টি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে যে উক্ত কবরস্থানে শায়িত ডজন ডজন মৃতদেহ আসলে কাদের। | Bis zum heutigen Tage unterstützt die mexikanische Bundesregierung die Version der Geschichte, dass die menschlichen Überreste, die in den Gräbern gefunden wurden, nicht von den vermissten Studenten stammen. Dennoch schafft es die Regierung nicht, zu klären woher die Leichen, die dort zu dutzenden liegen, kommen. |
14 | আব্রাকা এবং তাঁর স্ত্রীর গ্রেফতার হওয়া নিয়ে বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছে। | Einige Twitter-Nutzer kommentierten die Verhaftung von Abarca und dessen Frau. |
15 | হোসে এ্যাডলাফো মুরাত বলছে: | José Adolfo Murat M. sagte: |
16 | আর শুরু হল রাজনৈতিক চালের গল্প। আব্রাকা এবং আর স্ত্রীর ঘোষণা আয়োতজিনাপার এই ঘটনা নিয়ে গবেষণাকে আরো জোরালো করবে। | Nun fängt die politisch-orientierte Polizei-Geschichte an. Eine Aussage von Abarca und seiner Frau wird die Forschungsanstrengungen im Fall von Ayotzinapa verbessern. |
17 | আব্রাকার নামের শেষ অংশ নিয়ে মজা করে এবং স্প্যানিশ ভাষার এই প্রবাদ যত গর্জায় তত বর্ষায় না উল্লেখ করে মারুলিয় হেরেরা সেই সমস্ত ঘটনা স্মরণ করছেন যেখানে অভিযুক্তরা আদালতে খালাস পেয়েছে, যার মধ্যে ফ্লোরেন্স কাসেজও-এর ঘটনাও রয়েছে: | In Anspielung auf den Nachnamen Abarcas und dem spanischen Sprichwort “El que mucho abarca, poco aprieta” (“Wer zu sehr drängt, erreicht am wenigsten”) nahm Marilú Herrera die Gelegenheit wahr, um an die vielen Straftäter zu erinnern, deren Freilassung von der Justiz angeordnet wurde, darunter auch Florence Cassez: |
18 | যত গর্জায় তত বর্ষায় না … আশা করি তারা তাদের এই কাজ উত্তমরূপে সমন্বয় করবে এবং সে একই বিচারক কিছু কৌশলগত কারণে তাদের বিনা বিচারে ছেড়ে দেবে না। | “Wer zu sehr drängt, erreicht am wenigsten”… hoffentlich werden die Gerichtsverfahren gut durchgeführt und die zwei werden nicht durch irgendeinen Richter wegen einer Formalie freigelassen. |
19 | অন্য ব্যবহারকারী যেমন হেরজগ স্মরণ করছেন যে কিছুদিন আগে উল্লেখ করা হয়েছিল যে আব্রাকাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু পরবর্তীতে তা অস্বীকার করা হয়: | Andere Twitternutzer, wie zum Beispiel Jan_Herzog, brachten in Erinnerung, dass ein paar Tage zuvor schon einmal bekannt gemacht wurde, dass Arbaca verhaftet worden sei, was später wieder dementiert wurde: |
20 | ইজাতাপালাপার ঘটনা সাজানো শেষ হয়েছে? | Ist der Iztapalapa Set-up beendet? |
21 | দশদিন আগেও আব্রাকাকে গ্রেফতার করা হয়েছিল! | Sie hatten Abarca schon vor 10 Tagen! |
22 | জরুরী ভিত্তিতে পুনরায় টুইট করুন! | Retweet, dringend! |
23 | এনাইদ ভিলানুয়েভা নিচের বার্তাটি তুলে ধরেছেন: | Anaid Villanueva gab folgenden Kommentar ab: |
24 | পিআরডি দাবী করছে যে অ্যাটর্নি জেনারেলের অফিস আব্রাকার বিরুদ্ধে আইনের পূর্ণ প্রয়োগ করবে। | Die PRD verlangt, dass Abarca vom Justizministerium die ganze Härte des Gesetzes zu spüren bekommen soll. |
25 | তাঁর নিজের লেখায় ডেমেইন কোকো উল্লেখ করছে যে এই “রাজকীয় দম্পতির” গ্রেফতার নিয়ে প্রচার মাধ্যমের উন্মাদনা এক আগ্রহের সৃষ্টি করেছে আর তা হচ্ছে নিখোঁজ ৪৩ জন ছাত্রের জীবন্ত ফিরে আসা। | Demian Coco stellte seinerseits fest, durch den Medienrummel über die Festnahme des “Herrscherpaares” sei das vorrangige Interesse in den Hintergund gerückt worden: bringt die 43 vermissten Studenten lebend zurück: |
26 | তারা আব্রাকাকে গ্রেফতার করেছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাত্ররা এখনো নিখোঁজ, এই ৪৩ জন ছাত্রের ফিরে আসা জরুরী। | Sie haben zwar Abarca verhaftet, aber das wichtigste fehlt noch, das Auftauchen der 43 vermissten Studenten. |
27 | তারা এই সকল ছাত্রকে জীবন্ত ধরে নিয়ে গেছে, আমরা তাদের জীবিত ফেরত চাই। ; | Sie haben sie lebend gefangengenommen, wir wollen sie lebendig zurück. |
28 | অভিযুক্ত দোষীদের গ্রেফতারের পর, তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তের ফলাফলের সমন্বয় সাধন করবে এবং বিচার বিভাগের কাছে পাঠাবে যাতে বিচার বিভাগ প্রাক্তন এই মেয়রের বিরুদ্ধে শাস্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করতে পারে। | Mit der Verhaftung der mutmaßlichen Täter wird der Staatsanwalt sich den laufenden Ermittlungsverfahren anschließen müssen und es gegebenenfalls an die Richter übergeben, um dem Strafprozess den formellen Startschuss zu geben. |