# | ben | deu |
---|
1 | মাদক চোরাচালানের অভিযোগে বিদেশী নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকর করায়, প্রশ্নের মুখে পড়েছে ইন্দোনেশীয় সরকার | |
2 | জার্কাতার সুকর্ণ-হাত্তা বিমানবন্দরে একটি ব্যানার দেখা যাচ্ছে। | Aufkommende Fragen nach Indonesiens Hinrichtung der Drogenschmuggler aus Australien, Brasilien und Nigeria |
3 | তাতে মাদক চোরাচালানের শাস্তি মৃত্যুদণ্ড বলে সতর্ক করা হয়েছে। | Ein Banner am Soekarno-Hatta Flughafen in Jakarta warnt vor der Todesstrafe für Drogenschmuggler. |
4 | ছবিটি উইকিমিডিয়ার সৌজন্যে পাওয়া। | Foto von Wikimedia.org |
5 | আন্তর্জাতিক মহলের তীব্র আপত্তি আর দেশের অভ্যন্তরের ব্যাপক সমালোচনা সত্ত্বেও ইন্দোনেশিয় সরকার গত সপ্তাহে আট বিদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। | |
6 | তবে রায় কার্যকর করার মধ্যে দিয়ে মৃত্যুদণ্ড আইন কিংবা মাদকের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে যায়নি। | Trotz internationaler Appelle und inländischer Kritik, führte Indonesien die Hinrichtung von acht verurteilen Drogenschmugglern durch. |
7 | কারণ অভিযুক্তদের কয়েকজন সম্ভবত নিরাপরাধী ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন নাইজেরিয়া, দুইজন অস্ট্রেলিয়া, একজন ব্রাজিল ও একজন ইন্দোনেশিয়ার নাগরিক। | Dies beendete nicht die Debatten über die Todesstrafe, den “Krieg gegen Drogen” und die Möglichkeit, dass einige der Verurteilten unschuldig waren. |
8 | মানব পাচারকারীদের প্রতারণার শিকার হয়ে থাকতে পারেন মনে করে আদালত শেষ মুহূর্তে এক ফিলিপিনো নারীকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়। | |
9 | কারণ সেই নারীর পাচারকারী চক্রের হোতা ফিলিপাইনে আত্মসমর্পন করেছিলেন। | Die Hingerichteten waren vier Nigerianer, zwei Australier, ein Brasilianer und ein Indonesier. |
10 | মৃত্যুদণ্ড কার্যকরের একদিন পরে জানা যায়, ইন্দোনেশিয়ার নাগরিক জয়নাল আবেদিন করণিক ভুলের শিকার হয়ে থাকতে পারেন | Eine philippinische Verurteilte erhielt in letzter Minute einen Aufschub, als das Gericht erfuhr, dass sie Opfer von Menschenhandel sein könnte, nachdem ihr angeblicher Anwerber sich in den Philippinen gestellt hatte. |
11 | । ধারনা করা হচ্ছে, পালেমব্যাং জেলা আদালতে তিনি যখন ক্ষমা প্রার্থনার আবেদন করেন, তখন সেটা ভুল জায়গায় চলে গিয়েছিল । মৃত্যুদণ্ড শাস্তি কার্যকরের আগে তিনি মারিজুয়ানা রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন | Einen Tag nach der Hinrichtung sind Berichte aufgetaucht, dass der indonesische Hingerichtete, Zainal Abidin, Opfer eines Verwaltungsfehlers gewesen sein könnte, nachdem bekannt wurde, dass sein Gnadengesuch vom Palembang District Court verlegt worden sei. |
12 | । প্রাথমিকভাবে তার ১৮ বছরের জেলও হয়েছিল। এদিকে ব্রাজিলের নাগরিক রড্রিগো গুর্লাতের বাইপোলার ডিসঅর্ডার ও সিজোফ্রেনিয়া ধরা পড়েছিল। | Er wurde angeklagt wegen Marihuanabesitzes und zunächst zu 18 Jahren Gefängnis verurteilt, bevor er die Todesstrafe bekam, aufgrund einer verlegten Akte. |
13 | ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট তার আবেদনও প্রত্যাখ্যান করে। | Währenddessen kam an die Öffentlichkeit, dass Brasilianer Rodrigo Gularte mit bipolarer Störung und Schizophrenie diagnostiziert wurde. |
14 | মৃত্যুদণ্ড কার্যকরের মাত্র মাত্র কয়েক মিনিট আগে ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে তিনি জানতে পারেন তার মৃত্যুদণ্ডের কথা। | |
15 | তার পরিবার মরণোত্তর ক্ষমার জন্য প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে। | Trotzdem wurde seine Berufung abgewiesen. |
16 | সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ মাদক চোরাচালানের শাস্তি মৃত্যুদণ্ডের চেয়ে যাবজ্জীবন কারাদণ্ডকেই বেশি গ্রহণযোগ্য মনে করছেন। | |
17 | যদিও ইন্দো ব্যারোমিটার সার্ভে এজেন্সির একটি জরিপে দেখা গেছে, বেশিরভাগ ইন্দোনেশিয়ান (৮৪. | Er erfuhr erst einige Minuten, bevor er vor dem Erschießungskommando stand, von seiner bevorstehenden Todesstrafe. |
18 | ১%)আট বিদেশীর মৃত্যুদণ্ড কার্যকরে সরকারী সিদ্ধান্তকে সমর্থন করেছেন। | Seine Familie setzt sich für seine posthume Begnadigung ein. |
19 | এদিকে দেশটির দু'টি ইসলামিক সংগঠন নাহলাতুল উলামা এবং মোহাম্মাদিয়া মাদক চোরাচালানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন। | Die Anzahl der Indonesier, die die lebenslange Freiheitsstrafe über die Todesstrafe für Drogendelikte vorziehen, ist in den letzten Jahren gewachsen. |
20 | উল্লেখ্য, ইন্দোনেশিয়ার বেশিরভাগ মানুষ সুন্নি মুসলিম। মৃত্যুদণ্ড কার্যকর করায় অনেকেই ইন্দোনেশিয়ার ওপর ক্ষুব্ধ। | Doch laut einer Umfrage der Indo Barometer Agency befürwortet die Mehrheit der Indonesier (84,1 Prozent) die Entscheidung der Regierung, die acht Verurteilten hinzurichten. |
21 | আর এর প্রতিক্রিয়া হিসেবে তারা টুইটারে নানা ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করে টুইট করেছেন। | Die zwei großen islamischen Organisationen des Landes, Nadhlatul Ulama und Muhammadiyah, unterstützen die Anwendung der Todesstrafe bei Drogenhändlern. |
22 | হ্যাশট্যাগের মধ্যে #বয়কটইন্দোনেশিয়া পর্যন্ত রয়েছে। | Die Mehrheit der Indonesier sind sunnitische Muslime. |
23 | কেউ কেউ অবশ্য সমালোচনাকারীদের বৈশ্বিক মাদক চক্র ইন্দোনেশিয়ার কী সর্বনাশ করতে তা অনুধাবন করতে অনুরোধ করেছেন। | Verschiedene Reaktionen erschienen auf Twitter und einige verwendeten sogar den hashtag #BoycottIndonesia um ihren Unmut über die Hinrichtungen zum Ausdruck zu bringen. |
24 | আরকানা ব্যান্ডের গিটারিস্ট ম্যাট হার্ট কিছুদিন আগে ইন্দোনেশিয়া ঘুরে এসেছেন। তিনি সেখানে মাদকের ভয়াবহতা লক্ষ্য করেছেন: | Aber andere forderten die Kritiker auf, die Lage in Indonesien, einem Land, das den Betrieb der globalen Drogenkartelle bekämpfen muss, zu verstehen. |
25 | ইন্দোনেশিয়া মাদক চোরাচালানের জন্য মৃত্যুদণ্ড দিচ্ছে, তার কারণ হলো দেশটিতে এই সমস্যা ব্যাপক মাত্রায় বেড়ে গেছে। | Matt Hart, der Gitarrist der Gruppe Arkana, hat Indonesien besucht und sah das Ausmaß der Gefahr durch Drogen: |
26 | তারা এটাকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। মৃত্যুদণ্ডের পক্ষে অবস্থান নেয়ায় পার্শ্ববর্তী দেশগুলো ইন্দোনেশিয়ার সমালোচনা করছে। | Der Grund, der die Anwendung der Todesstrafe für Drogenschmuggel hervorgerufen hat, ist das schiere Ausmaß eines schnell wachsenden Problems, das bereits außer Hand geraten ist. |
27 | অথচ প্রকৃত সমস্যা সমাধানে তারা কেউই সমর্থন ও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন না। | |
28 | ইন্দোনেশিয়ার জাতির জনক মোহাম্মদ হাত্তা'র নাতনি গুসতিকা জাসুফ হাত্তা মৃত্যুদণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন: | Anstatt Indonesien anzugreifen und zu verurteilen für die Durchsetzung ihrer Drogenpolitik, sollten die Nachbarländer ihre Hilfe und Unterstützung anbieten, das eigentliche Problem anzugehen. |
29 | একজন ইন্দোনেশিয়ান হিসেবে আমি খুবই লজ্জিত যে আমাদের আইনের মধ্যে এখনো আদিম ও বর্বর বিধি-বিধান রয়েছে। | Gustika Jusuf Hatta, ein Enkel von Mohamad Hatta einer der Gründerväter Indonesiens, hatte gemischte Gefühle über die Hinrichtung: |
30 | আবার একই সঙ্গে আমি গর্বিতও যে, বিদেশী চাপ উপেক্ষা করে আমরা আমাদের সার্বভৌম অধিকার চর্চা করতে পেরেছি। | Als Indonesier schäme ich mich zutiefst, dass eine solch primitive und barbarische Praxis noch in unserem Gesetz existiert. |
31 | আন্দ্রেজ আরিয়ান্তো ইয়ানুয়ারের মতো ইন্দোনেশিয়ার অনেক ফেসবুক ব্যবহারকারী মনে করেন, মৃত্যুদণ্ড আইন মাদক সমস্যার কার্যকর সমাধান নয়: | Allerdings bin ich sehr stolz auf die Tatsache, dass wir es geschafft haben unser Hoheitsrecht auszuüben, ohne dem internationalen Druck nachzugeben. |
32 | মাদকের ব্যবহার কমিয়ে আনার জন্য পাচারকারীদের মেরে ফেলে মূল সমস্যার সমাধান করা যাবে না। | Indonesische Facebook-Nutzer, wie Andreas Arianto Yanuar, hingegen denken, dass die Todesstrafe keine effektive Lösung des Drogenproblems ist: |
33 | পাচারকারী আর পরিবেশকরা হলেন এই শিল্পের মধ্যস্থতাকারী মাত্র। | Der Versuch, Drogen zu beseitigen durch den Wegfall von Schmugglern, wird das Grundproblem nicht lösen. |
34 | তারা উৎপাদনকারীর কাছ থেকে নিয়ে মাদক গ্রহণকারীর কাছে পৌঁছে দেন। | Schmuggler und Händler sind Mittelsmänner einer Industrie, sie stehen zwischen Produzenten und Konsumenten. |
35 | উৎপাদনকারী ও গ্রহণকারী ছাড়া মধ্যস্থতাকারীর কোনো অস্তিত্ব নেই। | Die Lebensader der Distributoren wird nicht andauern ohne Erzeuger und Verbraucher. |
36 | তাই মাদক ব্যবহার বন্ধে আমাদের এই শিল্পের আদ্যপ্রান্ত সম্পর্কে জানতে হবে। | Um Drogen zu begrenzen, müssen wir verstehen, wie die Industrie funktioniert. |
37 | খুব কম মানুষই আছেন, যারা নেশা থেকে বের হয়ে আসতে পারেন (এমনকি সেটা সিগারেট ও মদ হলেও)। এর মানে হলো সমাজের ভিতর থেকেই মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে এবং বিতরণ ব্যবস্থা পর্যবেক্ষণে রাখতে হবে। | Menschen können ihre Sucht nach Substanzen (einschließlich Zigaretten und Alkohol) nicht stoppen, dies bedeutet, dass es sinnvoller ist, zu regulieren, begrenzen und die Nutzung und Verbreitung in der Gesellschaft zu überwachen, sodass sie nicht mehr Leben nehmen. |
38 | এজন্য তারা আরো বেশি মৃত্যু চাইতে পারেন না। | Durch einfaches Kriminalisieren wird das Problem nicht gelöst. |
39 | শুধুমাত্র তাদের অপরাধী আখ্যা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। | Einige indonesische Gesetzgeber diskutieren derzeit den Vorschlag, die Todesstrafe für Drogenverbrechen herabzustufen von einer primären Strafe in eine alternative Strafe. |
40 | ইন্দোনেশিয়ার কিছু আইনে প্রণেতা মাদক সংক্রান্ত অপরাধের প্রাথমিক শাস্তি মৃত্যুদণ্ড কমিয়ে বিকল্প কী শাস্তি দেয়া যায়, তা নিয়ে আলোচনা করছেন। | Das bedeutet, dass unter Umständen, zum Tode verurteilte Häftlinge eine lebenslange Haftstrafe oder reduzierte Strafe erhalten können. |
41 | আর এই আলোচনার প্রেক্ষিতে হয়তো কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অথবা সাজা কমে যেতে পারে। | |