Sentence alignment for gv-ben-20140711-44018.xml (html) - gv-deu-20140712-22771.xml (html)

#bendeu
1হ্যাঁ, আমি ব্রা পরি, তা দেখাও যায়। তো?Ja, ich trage einen BH und das sieht man. Na und?
2সাংবাদিক নিবেদিতা এন কুমার ফেসবুকে একটি আবেগী নোট লিখেছেন। তা সবার কাছে দ্রুত ছড়িয়ে পড়েছে।Die Journalistin Nivedita N Kumar [en] postete bei Facebook einen emotionsgeladenen Text, der sich viral verbreitet hat.
3নোটটিতে তিনি পুরুষশাসিত ভারতীয় সমাজে নারীদের পোশাক ধর্ষণকারীদের প্রলোভিত করার ধারণায় চাবুক হেনেছেন। নোটের অংশবিশেষ রইলো এখানে:Hier ist ein Auszug aus diesem kraftvollen Essay, der die Vorstellung der patriarchalischen indischen Gesellschaft [en] abkanzelt, dass die Art und Weise sich [als Frau] zu kleiden Vergewaltiger provoziert:
4কেন?Warum?
5কেন আপনি তা করবেন?Warum tust du das?
6কেন আমার স্তনের দিকে তাকিয়ে থাকবেন যেন তারা আদরের শিশুর মতো আপনাকে ডাকছে?Starrst auf meine Brüste als seien es süße Babies, die nur zum Kuscheln da sind.
7আমি প্রতিবার যখন বাসে চড়ি, আপনার চোখজোড়া কেন আমাকে নগ্ন করে দেখবে?Warum ziehst du mich in deiner Fantasie nackt aus, langsam, jedes Mal wenn ich in den Bus einsteige?
8মেট্রো ট্রেনে আমি যখন বসে থাকি কিংবা পড়তে থাকি, তখন কেন জামার ফাঁক গলে আমার স্তনের আভাস দেখার চেষ্টা করবেন?Versuchst krampfhaft, einen Blick in meinen Ausschnitt zu werfen, wenn ich in der U-Bahn sitze und lese.
9আপনাকে এই অধিকার কে দিয়েছে- ভিড় বাসে আমাকে অনুভব করার?Wer gibt dir das Recht dazu? Mich im überfüllten Bus anzugrapschen?
10পপকর্ন নিয়ে সিনেমা দেখার সময়ে ‘নিষ্পাপ'ভাবে আমার গায়ে ঢলে পড়ার।Mich “unabsichtlich” zu streifen, wenn ich im Kino in der Schlange stehe, um Popcorn zu kaufen?
11আমি যখন পা ভাঁজ করে অটোতে বসে থাকি, তখন বাইক থামিয়ে আমার নগ্ন পদ ক্ষুধার্তের মতো গিলে খাওয়ার।Wenn ich es mir im Auto im Schneidersitz bequem mache und du dein Fahrrad anhältst, um wie von Sinnen auf meine Beine zu glotzen.
12আমাকে এক টুকরো মাংস মনে হয়?Bin ich in deinen Augen nur ein Stück Fleisch?
13আপনার কি ধারণা আছে এসময়ে আমার কেমন লাগে?Was glaubst du, wie ich mich dabei fühle?
14আমি ক্রমাগত ঘাড় ঘুরিয়ে পিছন দিকে দেখি। কারণ, তখন রাত ১০টা বেজে গেছে।Wenn ich ständig über meine Schulter schauen muss, weil es zehn Uhr abends ist und außer mir niemand mehr an der Haltestelle steht, nur du.
15বাসস্টপে আপনি ছাড়া আর কেউ নেই।Starrst mir in den Nacken.
16আমার ঘাড়ের দিকে আপনি স্থিরদৃষ্টিতে তাকিয়ে আছেন। নিবেদিতা কুমারের নোট ফেসবুকে ৩৫ হাজারের বেশি বার শেয়ার হয়েছে।Dieser Beitrag wurde mehr als 35.000 mal geteilt [en] und nachdem er von The Logical Indian weiterverbreitet worden ist, bekam er dort bis heute über 260.000 “Gefällt-mir-Angaben” [en] und wurde erneut von 64.000 Nutzern geteilt.
17লজিক্যাল ইন্ডিয়ান নামের একজন শেয়ার করার পর সেখানে ২ লক্ষ ৬০ হাজার জনের বেশি লাইক দিয়েছেন এবং ৬৪ হাজার বারের বেশি শেয়ার হয়েছে।