# | ben | deu |
---|
1 | বিশ্বব্যাপী আলো বন্ধ রাখা একটা সুরক্ষিত পৃথিবীর জন্য | Weltweit: Licht aus für eine zukunftsfähige Welt |
2 | ব্রাজিলের সব থেকে নাম করা সীমানা নির্দেশক কোরকোভাদো পাহাড়ে ‘দ্যা ক্রাইস্ট দ্যা রিডিমার' মূর্তি, তাদের বাতি নিভিয়ে দেয় গত শনিবারে। সে সময় রিও ডি জেনেইরো শহর স্বাভাবিকের চেয়ে বেশি অন্ধকার ছিল। | Die Strahler von denen Brasiliens berühmtestes Wahrzeichen, die Christusstatue auf dem Corcovado, angestrahlt wird, wurden ausgeschaltet und die Figur blickte letzten Samstag auf ein sehr viel dunkleres Rio de Janeiro herab. |
3 | কারন আর্থ আওয়ার উদযাপনের জন্যে ১০০টি ব্রাজিলের শহর তাদের বিজলি বাতি নিভিয়ে দেয় রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত। | Etwa 100 andere brasilianische Städte schalteten von 20.30 bis 21.30 Uhr ebenfalls die Lichter während der Stunde der Erde aus. |
4 | এই প্রথম বার এই দেশ অংশগ্রহন করেছে এমন অনুষ্ঠানে যা আরো বেশী সুরক্ষিত পৃথিবীর জন্য সমর্থন দেখিয়েছে। | Dies ist das erste Mal, dass sich das Land an der weltweiten Bewegung beteiligte und sich so für eine zukunftsfähigere Welt einsetzte. |
5 | ছবি আমেরিকো ভের্মে/ডাব্লুডাব্লুএস ব্রাজিল এর সৌজন্যে | Foto von Americo Verme/WWS Brasilien |
6 | ব্রুনাই আর অন্য অনেক দেশের মতো ব্রাজিল আর্থ আওয়ার (পৃথিবী ঘন্টা) দিবসে প্রথমবারের মতো যোগদান করেছে। এ নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে - আশাবাদি সমর্থক থেকে সমালোচনামূলক আর নৈরাশ্যবাদীও কেউ কেউ ছিল। | Genauso wie Brunei und viele andere Länder beteiligte sich auch Brasilien an der Stunde der Erde zum ersten Mal. Die Reaktionen reichten von optimistischen und unterstützenden bis zu kritischen und zynischen Artikeln. |
7 | পাপো দে হোমেম ব্লগ এর গুলহারমে নাসিমেন্তো ভালাদারেস টুইটারে প্রতিক্রিয়া দেখতে কিছু সময় ব্যায় করেছেন আর শনিবার ২৯ তারিখ ৮:৪৫ মিনিট থেকে রবিবার ৩০ তারিখ ভোর ৬টার মধ্যে ৮০০০ এর উপরে সংশ্লিষ্ট ট্যাগের উপর পোস্ট পড়েছে তাই গুনেছেন। | Guilherme Nascimento Valadares vom Blog Papo de Homem [pt] beobachtete einige Zeit lang die Reaktionen auf Twitter und zählte über 8.000 Posts, die zwischen Samstag, den 29. März, um 20.45 Uhr und Sonntag, den 30. |
8 | তিনি উপসংহারে বলেছেন: | März, um 6.00 Uhr mit entsprechenden Tags gekennzeichtet waren. |
9 | একটা অদ্ভুত বাস্তবতা: সব থেকে বেশী সমালোচনা এসেছে যারা সব থেকে বেশী সংশ্লিষ্ট, উৎসাহিত, উজ্জ্বল নবীন এমন লোকদের কাছ থেকে। | Er schlussfolgert: Eine seltsame Tatsache: Die meiste Kritik kam direkt von engagiertesten, überdrehtesten und intelligentesten Jugendlichen. |
10 | দয়া করে বলবেন যে আমার যদি ভুল হয়ে থাকে, কিন্তু আমার এমন ধারণা হয়েছে যে এটাই এখনের ব্রাজিলের সক্রিয় তরুনদের চিত্র। আমি তাদের কথা বলছি যারা বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়েছে, এরই মধ্যে আয় শুরু করেছে- যারা প্রচন্ড গাধা জাতীয়, সন্দেহপ্রবন, অলস, নিরাপত্তাহীনতায় ভোগে, আরামপ্রিয় ভেড়া জাতীয় মানুষ। | Bitte lasst mich wissen, wenn ich falschliege, aber ich habe den Eindruck, dass dies ein Spiegelbild der heutigen brasilianischen aktiven Jugend ist - ich sprechen von denjenigen, die die Uni abgeschlossen haben, Ihre $$$ verdient haben - die gigantische Arschlöcher, skeptisch, hedonistisch, faul, unsicher sind und Herdenverhalten zeigen. |
11 | যারা বাতি বন্ধ করেছিল তাদের মধ্যে অনেক ফ্লিকার ব্যবহারকারী সময় কাটাতে ছবি তুলেছিল। | Von denen, die die Lichter ausgeschaltet haben, haben viele Flickr-User Bilder gemacht, um sich die Zeit zu vertreiben. |
12 | ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অওতায় নীচের কিছু বাছাই করা ছবি দেয়া হচ্ছে ব্রাজিল, ভারত, মালায়শিয়া, আস্ট্রেলিয়া, সিঙ্গাপুর আর চিলি থেকে: | Unten eine Auswahl an Fotos, die unter Creative-Commons-Lizenz von Brasilien, Indien, Malasyia, Australien, Singapur und Chile aus hochgeladen wurden: |
13 | ছবি ব্রাজিলের আলেকজান্ডার ই সিলভার সৌজন্যে | Foto von Alexandre E Silva's - Brasilien |
14 | “আর্থ আওয়ারের লাইভ স্ট্রিমিং ইউস্ট্রিম দিয়ে।“ | “Live-Streaming der Stunde der Erde über Ustream” |
15 | বাঙ্গালোর ভারতে আর্থ আওয়ার,- ছবি আর্থ আওয়ার গ্লোবালের। | Die Stunde der Erde in Bangalore, Indien - Foto von Earth Hour Global. |
16 | বাঙ্গালোর থেকে একজন ভারতীয় ব্লগার আমদেরকে মনে করিয়ে দিয়েছেন যে দেশ প্রতিদিন ভয়ঙ্কর বিদ্যুত ঘাটতির মুখোমুখি হচ্ছে, সে দেশে আর্থ আওয়ার পালন করা বোকামির কাজ হয়েছে। | Für einen Blogger vor Ort, der uns daran erinnert, dass das Land täglich unter chronischem Stromausfall leidet, ist die Stunde der Erde ein Symbol der Dummheit. |
17 | ভিউ অফ মাই ওয়ালর্ড বলেছে: | View of My World sagt: |
18 | বাঙ্গালোর আর ভারতের অনেক অংশে, পৃথিবী ঘন্টা/ পৃথিবী দিন/ পৃথিবী রাত পালন করছে অনেক বছর ধরে। | Bangalore und große Teile Indiens haben der Stunde der Erde/dem Tag der Erde/der Nacht der Erde nun seit vielen Jahren zugesehen. |
19 | আজ সকালেও আমার বাড়িতে সকাল ৯-১১ টা পর্যন্ত বাত্তি ছিলনা। | Sogar heute Morgen gab es in meinem Haushalb von 9 bis 11 Uhr keinen Strom. |
20 | ছবি ব্রাজিলের ডানি পন্তেসের সৌজন্যে | Foto von Dani Pontes, Brasilien |
21 | “আমরা অংশগ্রহণ করেছি! | “Wir waren dabei! |
22 | আর এই সুযোগ গ্রহন করেছি মোমের আলোয় চুমো দেয়া আর আদর করার জন্য।“ | Und haben die Chance genutzt, und im Kerzenschein zu küssen und zu drücken.” |
23 | ছবি ব্রাজিলের লুসিয়ারো জোয়াকিমের সৌজন্যে | Foto von Luciano Joaquim, Brasilien |
24 | ছবি মালয়েশিয়ার সিডাব্লুর সৌজন্যে | Gebt der Erde eine Chance… Foto von CW Ye- Malaysia |
25 | ছবি চিলির ম্যাক্স ই মিলিয়ানোর সৌজন্যে | Foto von Max y Miliano, Chile |
26 | ছবি অস্ট্রেলিয়ার মন্দেইনের সৌজন্যে | Foto von Mondayne. Sydney, Australien. |
27 | সিডনিতে আর্থ আওয়ার হতাশাজনক আর কোন মানে ছাড়া ছিল। | Die Stunde der Erde war in Sydney sowohl enttäuschend als auch sinnlos. |
28 | তারা আসলে অপেরা হাউস বা ব্রীজে বাতি নেভায় না… মাত্র কয়েকটা বাতি বন্ধ করা হয়। | Sie haben nicht einmal die Lichter des Opernhauses oder der Brücke richtig ausgeschaltet… nur wenige Strahler waren ausgeschaltet. |
29 | আমি চিন্তা করতে পারিনা যে তারা আসলেই অনেক বিদ্যুত বাঁচিয়েছে। | Ich kann mir nicht vorstellen, dass sie viel Strom gespart haben. |
30 | ছবি অস্ট্রেলিয়ার সিয়েনকুর সৌজন্যে | Ein Selbstportrait von Hsien-Ku, Australien. |
31 | ছবি সিঙ্গাপুরের নাথান হায়াগের সৌজন্যে | Foto von Nathan Hayag, Singapur |