# | ben | deu |
---|
1 | ইকুয়েডোরে বাসন্তী রঙের এক বিস্ময়কর প্রদর্শনী | Eine wunderschöne Symphonie in Gelb in Ecuador |
2 | ইকুয়েডোরের মানগাহারুকোতে পর্যটকের গুয়াইয়াকান গাছের প্রস্ফুটিত ফুলের মাঝে একটি রাত কাটানোর প্রস্তুতি গ্রহণ করেছে। | Touristen bereiten sich auf ihre erste Übernachtung vor in Mangahurco, Ecuador, zwischen den ersten blühenden Guayak-Bäumen. |
3 | ছবি ফ্লিকারের আমালাভিদা. টিভি-এর সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত। | Photo mit freundlicher Genehmigung von Flickr Amalavida.tv., lizensiert unter Creative Commons. |
4 | জানুয়ারি মাসের শেষে এসে ইকুয়েডোরের বিভিন্ন প্রদেশে গুয়াইয়াকান নামক বৃক্ষ পুষ্পশোভিত হতে শুরু করে। | Ende Januar ist die Blütezeit für Guajakbäume, die überall in Ecuador zu sehen sind. |
5 | এর মানে হচ্ছে দেশটিতে বসন্তের আগমন ঘটেছে আর হাজার হাজার নাগরিক প্রকৃতির এই অসাধারণ রঙে সাজার ঘটনা দেখতে এসব এলাকায় গিয়ে হাজির হয়। | Sie signalisieren den Beginn des Frühlings. Tausende Menschen versammeln sich dann, um das farbenprächtige Spektakel zu bewundern, das sich vor ihren Augen entfaltet. |
6 | দক্ষিণ ইকুয়েডোরে অবস্থিত লোজা প্রদেশের বোলাসপাম্বা অঞ্চলের কাজেদেরোস সীমান্ত এবং জাপোতিলো অঞ্চলের মানগাহুরকো এলাকার কিছুটা অংশ জুড়ে প্রায় ৪০,০০০ হেক্টর (৯৮,৮৪২ একর) এলাকার এক শুষ্ক বন রয়েছে। | Die Provinz Loja hat eine Fläche von über 40,000 Hektar (98,842 Acres) trockenen Waldes, im Grenzland von Cazederos, Bolaspamba und Mangahurco des Zapotillo Kantons im südlichen Ecuador. |
7 | এ সময় বিশাল এই অঞ্চল জুড়ে দেখা যাবে গুয়াইয়াকান বৃক্ষের এক যাদু, এই সব গাছে চমৎকার ও মনোহর হলুদ এক ফুল এমন ভাবে ফুটে থাকে যেন প্রকৃতির পটে আঁকা এক ছবি। | In dieser weitläufigen Region kann die ganze Magie der Guajakbäume erfahren werden: Ihre feingliedrigen, zarten gelben Blüten kreieren hier eine unwirklich zauberhafte Szenerie. |
8 | দেশটির পর্যটন মন্ত্রণালয় গুয়াইয়াকানেসাআইসিআই এবং মানগাহুরকো নামক দুটি হ্যাশট্যাগ ব্যবহার করে এই সকল বৃক্ষের ভিডিও প্রদর্শন করছে: | Das Ministerium für Tourismus hat unter den Hashtags #GuayacanesEcE und #Mangahurco Videos veröffentlicht, auf denen die Blütenpracht der Bäume zu sehen ist: |
9 | ২০১৪ সালে অনলাইনে গুয়াইয়াকান গাছের ভিডিও দেখার জন্য কতজন নাগরিক অনলাইনে প্রবেশ করেছে, সরকারের টুইটার একাউন্ট @টুরিসমোইকো তার এক আকর্ষণীয় পরিসংখ্যান প্রকাশ করেছে: | Die Tweets des Twitter accounts der Regierung, @TurismoEc, bieten beeindruckende Statistiken zu den Besuchern, die sich 2014 diese Online Videostreams der Guajakbäume ansahen: |
10 | বিশ্ব জুড়ে প্রায় ২৩,০০০ নাগরিক গুয়াইয়াকান গাছের ফুল ফোটার ভিডিও দেখেছে। | Fast 23,000 Menschen haben weltweit die Blütezeit besichtigt #GuayacanesEC |
11 | গুয়াইয়াকানেসাআইসিআই হ্যাশট্যাগের মাধ্যমে অনেকে নাগরিক এই বিষয়ে নিজেদের তোলা ছবি এবং মন্তব্য প্রকাশ করেছে। | Und viele teilten Fotos und Kommentare unter dem Hashtag #GuayacanesEc. |
12 | ওয়াটোলেডো নামক ব্যবহারকারী গুয়াইকান গাছের উপর নির্মিত তথ্যচিত্রের রস আস্বাদনের বিষয়টি তুলে ধরেছেন এবং সেই একই হ্যাশট্যাগের অধীনে টুইট করেছেন। | Nutzer WToledoQ äußerte dabei seine Wertschätzung für die Guajak-Dokumentation und tweetete:: |
13 | লোজা জাপোতিলো- মানগাহুরকোর পর্যটনের উপর ভিত্তি করে ইকুয়েডোরের পর্যটন বিভাগের দারুন ভাবে তৈরী করা এক সংবাদ। ; | Sehr schöner Bericht @TurismoEc #GuayacanesEC @EcuadorTravel Loja-Zapotillo-Mangaurco |
14 | এদিকে মানগাহুরকো থেকে সুজানা পাজিমিনো তাদের পারিবারিক এক ছবি প্রদর্শন করেছে : | Während Susana Pazmiño ein Familienfoto aus Mangahurco zeigte: |
15 | মানগাহুরকোতে জর্জ এনরিকে এবং হোজে সালভাদর গুয়াইয়াকান-এর প্রস্ফুটিত ফুল দেখছে। | Jorge Enrique und José Salvador erleben in Mangahurco die Blüte der #GuayacanesEc |
16 | টুইটার ব্যবহারকারী পাইপ বলছে যে তার এই ভ্রমণ ছিল অবিস্মরণীয়: | Twitter-Nutzer Pipe sagte, der Besuch sei unvergesslich: |
17 | গুয়াইয়াকানের ফুল ফোঁটার দৃশ্য অবলোকনের অভিজ্ঞতা আমি কোনদিন ভুলব না। | Niemals werde ich vergessen, was ich sah bei der Blüte der #GuayacanesEc #retodeldia |
18 | গুয়াইয়াকান-এর ফুল ফোটার সময়ের বিশেষ শুরু বা শেষ নেই, যদিও এ বছর-এর সময়কাল ১ ফেব্রুয়ারি পর্যন্ত। | Die Blütezeit der Guajakbäume hat keine feste Anfangs- oder Endzeit. |
19 | উক্ত এলাকা থেকে নাগরিকদের করা পোস্টে স্যোশাল মিডিয়া ভরে গেছে। | Man vermutet, dass sie dieses Jahr bis zum 1. Februar dauern wird. |
20 | কার্লোস জাম্বো এই সংক্রান্ত হ্যাশট্যাগে তার নিজের টুইটার ভরে ফেলেছেন: | Posts von Menschen, die sich derzeit vor Ort befinden, überströmen bereits die Sozialen Medien. |
21 | লোজা, জাপোতিলো, গুয়াইয়াকানেস, ট্রুসিমো, প্রক্সিমোস (সবগুলো টুইটার হ্যাশট্যাগের নাম;) | Carlos Jumbo flutete seinen eigenen Twitter-Feed mit relevanten Hashtags: #Loja #Zapotillo #Guayacanes #Turismo #Próximos;) |
22 | মাচালা মোভিল নামের অনলাইন সংবাদপত্র নাগরিকদের আহ্বান জানাচ্ছে যেন তারা তাদের ব্যাগ গুছিয়ে নেয় এবং এই ফুল ফোঁটার দৃশ্য দেখার জন্য দক্ষিণ ইকুয়েডোর ভ্রমণে আসে। | Das Webmagazin Machala Movil lud seine Leser/-innen ein, ihre Sachen zu packen und Süd-Ecuador zu besuchen, um die Baumblüte direkt mit zu erleben: |
23 | শীতের শুরুতে আপনারা দেখতে পাবেন গুয়াইয়াকান গাছে ফুল ফুটেছে। | #Loja | Zu Beginn des Winters kann die Blüte der #Guayacanes (Guajakbäume) besichtigt werden. |
24 | আর দেরি কেন, আপনার ব্যাগ গুছিয়ে ফেলুন; | Packt eure Sachen! #Turismo. |
25 | রিকার্ডো মেদিনা গুয়াইয়াকান বৃক্ষের সৌন্দর্য্য ছবির মাধ্যমে ধারণ করতে সক্ষম হয়েছে, যা সে অনলাইনে পোষ্ট করেছে: | Ricardo Medina wiederum ist es gelungen, die Schönheit der Guajakbäume in einem Foto einzufangen, das er dann im Web veröffentlichte: |
26 | রঙের উজ্জ্বল ছায়া এবং প্রাকৃতিক সৌন্দর্য্য ঘোষণা করছে যে ইকুয়েডোর এখন বসন্তে বিভোর। | Fantastische Farbtöne und natürliche Schönheit verkünden den Frühlingsbeginn #Ecuador #Turismo |
27 | উক্ত এলাকার বাসিন্দা এবং কর্মকর্তারা এই বিষয়ের সাথে এক সময়সূচি যুক্ত করেছে, যার আওতায় পর্যটকেরা অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে দিয়ে স্থানীয় প্রাকৃতিক দৃশ্যাবলী আবিষ্কার করতে পারবে, যার মধ্যে রয়েছে নির্দেশীত পথে ভ্রমণ, সাইকেল চালানো, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ঘুড়ে বেড়ানো, ম্যুরাল, হস্তশিল্প মেলা, ছবি প্রদর্শনী এবং নিজে এক গুয়াইয়াকান গাছ রোপন এবং এটিকে স্পনসর করা। | Als Teil eines Programms, das durch lokale und offizielle Organisationen zusammen gestellt wurde, werden Besuchern spezielle zusätzliche Aktivitäten angeboten, um die Landschaft der Region zu erkunden. Zu diesem Programm gehören geführte Wandertouren, besondere Fahrradrouten, Exkursionen zu Pferd, Ausstellungen von Wandmalereien und Handwerkskunst, Fotoausstellungen sowie die Gelegenheit, eigene Guajakbäume zu pflanzen und zu sponsern. |