# | ben | deu |
---|
1 | আইএসআইএস-এর বিরুদ্ধে লড়াই করা কুর্দি নারীতে মুগ্ধ পশ্চিমা প্রচার মাধ্যম | Westliche Medien sind besessen von kurdischen Kämpferinnen gegen ISIS |
2 | ওয়াইপিজি-এর সশস্ত্র দুই মহিলা সদস্য, ওয়াইপিজি নামক দলটি পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াই পিজি)-এর অঙ্গ সংগঠন, উক্ত দুই নারী রাস আল আইন নামক ঘাঁটির কাছে হেঁটে বেড়াচ্ছে। আর আল আইন কুর্দিস্তানের এক শহর যা উত্তর সিরীয় সীমান্তে অবস্থিত। | Zwei bewaffnete weibliche Mitglieder der YPJ, einer Gruppe mit Verbindungen zur YPG (People's Protection Unit), auf einer Basis nahe Ras al-Ayn, einem kurdischen Dorf in Nordsyrien. |
3 | ১১ অক্টোরব ২০১৩। | 11 October 2013. |
4 | ছবি ইউনেস মোহাম্মদের। | Foto von Younes Mohammad. |
5 | কপিরাইট ডেমোটিক্সের। | Copyright Demotix |
6 | ইরাকের অন্যতম এক বড় শহর মোসুলের এক উল্লেখযোগ্য অংশ আইএসআইএস এর যোদ্ধারা দখল করে নেওয়ার পর এবং তুরস্কের সীমান্তের কোবানী প্রদেশের স্বায়ত্ত্বশাসিত এক কুর্দি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে লড়াই-এর ঘটনায় সশস্ত্র কুর্দি সেনাদের সাথে লড়াইরত নারীরা আলোচনায় উঠে আসে। | |
7 | আন্তর্জাতিক প্রচার মাধ্যম এবং একটিভিস্টরা একই ভাবে তাদের সংবাদে এবং সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইটে পেশমার্গ নারী যোদ্ধাদের ছবি প্রকাশ করছে। | Internationale Medienagenturen und Aktivisten verbreiteten vermehrt Bilder von weiblichen Peshmerga in ihrer Berichterstattung und in den Sozialen Netzwerken. |
8 | আর এই চিন্তাটি হচ্ছে সামরিক পোষাক পরিহিত নারী, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত, নির্ভয় এবং পুরুষদের পাশাপাশি লড়াই করছে দৃশ্যত যা আকর্ষণ করছে, সম্ভবত এমনকি তা চিত্তাকর্ষক কারণ এটা আইএসআইএস-এর উত্থানের প্রেক্ষিতে সামাজিক দ্বন্দ্বের এক অন্যতম বার্তা হিসেবে অনুভূত হয়েছে, যে কুখ্যাত নির্মম এই দলটি আলকায়েদার এক অঙ্গসংগঠন, যা গণ হারে ইরাকি, সিরীয় সেনা, ত্রাণকর্মী, সাংবাদিক হত্যার জন্য দায়ী এবং তারা নারী অপহরণ, ধর্ষণ, তাদের জোর বিয়ে করার মত ঘটনায় জন্য দায়ী। | Die Idee von Frauen in Uniform, stark bewaffnet, furchtlos an der Seite von Männern kämpfend scheint verführerisch, sogar betörend zu sein, vor allem weil es als ein klares Statement gegen ISIS und dessen Ideale verstanden werden kann. ISIS ist eine Absplitterung der Al Quaida und vor allem bekannt für den Massenmord an irakischen und syrischen Soldaten, freiwilligen Helfern und Journalisten, sowie für die Entführung, Vergewaltigung und Zwangsverheiratung von Frauen. |
9 | এই সংগঠনের মোসুলভিত্তিক প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে যে আইএসআইএস চায় নারীরা ঘরে বন্দী হয়ে থাকুক, যদি না খুব জরুরী কোন প্রয়োজন দেখা দেয়। | In dem Mosul-Manifest der Organisation spricht sie sich für das Einsperren aller Frauen in ihren Haushalten, außer wenn unbedingt nötig, aus. |
10 | ঘটনাক্রমে মনে হয় এমন কোন দিন নেই যেদিন এই সমস্ত নারী যোদ্ধাদের ছবি প্রকাশ হয় না। | Es scheint als ob kein Tag vergeht an dem nicht Bilder von Freiheitskämpferinnen geteilt werden. |
11 | কিন্তু হঠাৎ করে এত মনোযোগ লাভের বিপরীতে সত্য হচ্ছে, যুদ্ধক্ষেত্রে কুর্দি নারীরা নতুন নয়। | In Wirklichkeit, entgegen des plötzlichen Anstiegs der Berichterstattungen dieser Art, sind kurdische Freiheitskämpferinnen kein neues Phänomen. |
12 | | Man könnte damit argumentieren, dass sämtliche geschichtlich belegte von Kurden ausgefochtene Kämpfe Seite an Seite mit Frauen bestritten wurden, oder mit Unterstützung der Frauen an der Heimfront, mit der Erziehung einer neuen Generation, dem managen der häuslichen Angelegenheiten oder mit dem Erzielen eines Einkommens sowie weiteren Aktivitäten. |
13 | | Nahida Ahmed: Wir haben uns den #Peshmerga angeschlossen, um ein Statement für die Gleichstellung von Mann und Frau zu senden. pic.twitter.com/iAR1SssQM7 - Para Keta (@ParaKeta) November 13, 2014 |
14 | যৌক্তিক ভাবে বলা যায়, ঐতিহাসিক ভাবে কুর্দিরা যতগুলো লড়াই লড়েছে তার সবগুলোতে পুরুষের পাশে নারীরা উপস্থিত ছিল, এবং/অথবা হয় তাদের কাজের সহযোগী হয়ে যেমন বাড়ি সামলানো, নতুন প্রজন্মকে বড় করে তোলা, ঘরের কাজের দেখাশোনা, জীবিকার ব্যবস্থা করা এবং এ রকম আরো অনেক কিছু। | Kämpferinnen der PKK-Einheit zeigen Peshmerga Soldaten in Kirkuk, wie man eine AK-47 lädt und feuert. pic.twitter.com/jhxVHr1ExH - Qêrîna Bêdeng (@Qerina_Bedeng) November 11, 2014 Man muss das Engagement dieser kurdischen Frauen einfach bewundern. |
15 | নাহিদা আহমেদঃ আমরা এই বার্তা প্রদান করার জন্য পেশমার্গে যোগ দিতে চাই যে নারী এবং পুরুষের মাঝে কোন পার্থক্য নেই। | Sie haben sich freiwillig gemeldet um den #Peshmerga im Kampf gegen #ISIS beizustehen. |
16 | কিরকুকে, নারী যোদ্ধার পিকেকে-এর সেনাদের দেখাচ্ছে কি ভাবে একে ৪৭ রাইফেল চালাতে হয় | #NO2ISIS pic.twitter.com/XitnFcXIe6 - Mustafa Al-Khaqani (@Iraqism) August 20, 2014 |
17 | আইএসআইএস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে পেশমার্গ সেনাদের পক্ষে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে গিয়ে কুর্দি নারীরা যে দায়িত্ব প্রদর্শন করেছেন তা দেখতে ভাল লাগছে। নারীদের হাতে আইএস-এর যোদ্ধারা পিষ্ট হচ্ছে, যাদের তারা ঘরে বন্দী দেখতে চায়, আর এটি দারুণ আনন্দ দিচ্ছে। | Es ist sehr befriedigend mit anzusehen wie IS von jenen Frauen, welche sie in ihren Häusern einsperren wollen geschlagen wird. http://t.co/OtOxvGZvC7 pic.twitter.com/Br6KnBntmG - Mahmoud (@MahmoudRamsey) August 13, 2014 |
18 | আইএসআইএস-এর বিরুদ্ধে নারী যোদ্ধাদের প্রতি যে মুগ্ধতা মনে হচ্ছে দ্বৈত চিন্তার ক্ষেত্রে এটি এক সূচনা। | Die vermehrte Beschäftigung mit den gegen die ISIS kämpfenden weiblichen Soldaten setzt die Idee des Widerstands voraus. |
19 | পেশমার্গের নারী সেনারা আইএসআইএস-এর যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে এবং মর্যাদা অনুসারে পুরুষের সাথে সমানতালে অবস্থান গ্রহণ করেছে যা ঘটনাক্রমে মধ্যপ্রাচ্যে একেবারে অস্বাভাবিক এক ভাবনা হিসেবে দেখা হচ্ছে। | Die Frauen unter den Peshmerga haben sich erfolgreich gegen die ISIS-Kämpfer geschlagen und sie stehen auf derselben Stufe wie die Männer in ihren Truppen. Dies wird anscheinend als ein befremdliches Konzept für den Mittleren Osten wahrgenommen. |
20 | মার্গারেট জর্জ শেলো। | Margaret George Shello. |
21 | পাবলিক ডোমেইন। | Public Domain. |
22 | তবে এমন ডজন ডজন উদাহরণ রয়েছে যা তুলে ধরছে নারী যোদ্ধারা নতুন নয়, বরঞ্চ তারা ঐতিহাসিক ভাবে কুর্দি সম্প্রদায়ের মাঝে বিদ্যমান ছিল। | Es gibt jedenfalls zahlreiche Beispiele um zu veranschaulichen, dass weibliche Freiheitskämpferinnen kein neues Phänomen sind, sondern dass es sie schon immer innerhalb der kurdischen Gesellschaft gegeben hat. |
23 | যেমন এর এক উদাহরণ হিসেবে মার্গারেট জর্জ শেলোর এই ছবিটি খেয়াল করুন, পেশমার্গের যোদ্ধাদের সাথে যে সমস্ত নারীরা প্রথমে পাহাড়ে গিয়েছিল, ছবির এই মেয়েটি তাদের একজন এবং সে কুর্দি সংগ্রামে নারী অংশগ্রহণকারীদের এক প্রতীকে পরিণত হয়েছে। | Als Beispiel sei hier Margaret George Shello genannt (siehe Foto), eine der ersten abgelichteten Frauen, die sich in den Bergen den Peshmerga angeschlossen hat und zu einer Symbolfigur für die weibliche Beteiligung im Kampf der Kurden geworden ist. |
24 | তুরস্কে বসবাসরত কুর্দিদের এক সংগ্রামের মধ্যে যেতে হচ্ছে, যার ফলে ৭০-এর দশকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি নামের সশস্ত্র (পিকেকে) দলের উদ্ভব ঘটে, যেখানে সর্বোচ্চ পর্যায়ে নারী এবং পুরুষ উভয়ে রয়েছে। | Der Kampf der Kurden in der Türkei führte zur Bildung von bewaffneten Widerstandstruppen wie zum Beispiel in den 1970er Jahren die Kurdische Arbeiterpartei (PKK). Diese besteht sowohl aus Männern als auch Frauen bis in die Führungsränge. |
25 | অন্য কথায় কুর্দিস্তানে নারী যোদ্ধারা নতুন নয়, কিন্তু স্বায়ত্তশাসন (এবং স্বাধীনতার দাবীতে) জন্য সংগ্রামরত কুর্দিস্তানের ছবি তুলে ধরতে গিয়ে মূলধারার প্রচার মাধ্যম অনেক বেশী লিঙ্গীয় অবস্থান ভেদে ছবি ছাপে। | Mit anderen Worten, weibliche Freiheitskämpferinnen innerhalb kurdischer Gruppierungen sind kein neues Phänomen, Mainstreammedien betrieben jedoch bisher immer eine sehr geschlechtsselektive Berichterstattung was den kurdischen Kampf um Freiheit und Autonomie angeht. |