# | ben | deu |
---|
1 | কুয়েতঃ সিনেমা আর রেস্টুরেন্টের মধ্যে হারিয়ে গেছে | Kuwait: Verloren zwischen Kinos und Restaurants |
2 | ঈদের পরে কুয়েতে বেশিরভাগ লোক কি করছে? | Eid ist vorbei, was wollen die Menschen in Kuweit nun tun? |
3 | বেশিরভাগেরই দুটি মাত্র করনীয় রয়েছে - হয় তারা সিনেমা দেখতে যাচ্ছে বা ভালো কোন রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। | Die meisten haben eine von zwei Möglichkeiten: Ins Kino oder in ein feines Restaurant gehen. |
4 | দুর্ভাগ্যজনকভাবে, নতুন সুপারহিট ছবি দ্যা কিংডম কুয়েতে নিষিদ্ধ হওয়ার পর যারা এটি দেখতে চায় তাদের জন্যে কি উপায়? | Leider wurde der neueste Blockbuster, The Kingdom, in Kuwait verboten. |
5 | হিলালিয়া ব্লগের আমির বলেছেন সবার চাহিদার কথা: | Was wollen die Kuwaiter nun sehen? |
6 | আমরা যা বলেছিলাম, হাজার হাজার পাইরেটেড কপিতে বাজার ছেয়ে গেছে। | Amir erzählt uns bei Hilaliya, was jeder erwartet hat: |
7 | আমি নিশ্চিত যে তথ্য মন্ত্রানলয় খুশি যে স্টুডিও আর প্রদর্শকরা কোন রাজস্ব পাচ্ছে না কিন্তু নকলকারীরা ঠিকই লাভবান হচ্ছে। | Als hätten wir es nicht kommen sehen: Tausende Raubkopien von KINGDOM überschwemmen die Schwarzmärkte von Kuwait. |
8 | জেডডিস্ট্রিক্ট ব্লগের মারজুকও কুয়েতে সিনেমা দেখার অভিজ্ঞতার কথা বলেছেন। এটা একটু অসুবিধা। | Sicherlich ist das Informationsministerium jetzt glücklich, dass das Filmstudio und die Kinos keine Einnahmen haben und der ganze Gewinn an die Filmpiraten geht. |
9 | কুয়েতে কোন সিনেমা দেখতে চাইলে তা বেশ কঠিন। | Marzouq von zdistrict spricht über seine Erfahrungen mit Filmen in Kuwait: |
10 | সিনেস্কেপের কিওস্ক ঠিকমত কাজ করছিল না আর মনে হচ্ছিল এমন অগোছালোভাবে টিকেট তারা বিক্রি করছে যে পারলে তা উগড়ে দেয়। | Das Ganze wird wirklich frustrierend: Selbst wenn man ins Kino gehen möchte, wird es kompliziert in Kuwait. |
11 | সিনেমায় যে পপকর্ণ বিক্রি হয় তার মান যে কেন এরা ঠিক করে না তা আমি বুঝিনা কারন সুলতান সেন্টার থেকে যেটা কেনা হয় তার স্বাদ অনেক ভালো। | Der Apparat im Cinescape funktionierte nicht richtig, und ich hatte den Eindruck die Maschine würde verrückt werden und versuchen, die verdammte Karte auszuspucken, die sie verkauft hatten. |
12 | মারকুজ নারী পুরুষের জন্যে পৃথক ধরনের সিনেমা, দুষ্টু বাচ্চা আর সিনেমার সেন্সরশীপ নিয়েও কথা বলেছেন। | Ich verstehe auch nicht, warum die Qualität des Pop-Corn nicht verbessert wird, das vom Co-op oder Sultan Center schmeckt viel besser. |
13 | এরমধ্যে আইও৮১ ব্লগের কায়েস একটি রেস্টুরেন্টে খেয়ে কসম কেটেছে যে আর কখনো সেখানে যাবেনা। | Marzouq kommentiert auch isolierte Kinosäl, aufsässige Kinder und Filmzensur. |
14 | পুরো ইদের ছুটিতে আমি ২ জন বন্ধুকে নিয়ে ভিলা ফেরুজে গিয়েছি। তাদের কাস্টমার সাভিসকে আমি ঘৃনা করি কিন্তু ওদের খাবার খুব ভালো। | Qias von io81 war währenddessen in einem Restaurant, und hat danach sein Gelübd zurückgenommen, den Laden nie wieder betreten zu wollen: |
15 | ঈদ ছাড়া কুয়েতের বিভিন্ন ব্লগে আরো কয়েকটি কৌতুহলোদ্দীপক বিষয় ছিল: | Während des Eid-Feiertages habe ich Villa Fayrouz mit zwei Freunden besucht. |
16 | ইন্টলএক্সপাটর ব্লগ কুয়েতের অধিবাসীদের ভিজিটর বলে ডাকার একটা নতুন প্রস্তাবের কথা বলেছেন। | Ich mag den Kundenservice von Villa Rayrouz wirklich nicht, aber sie haben auf jeden Fall leckeres Essen. |
17 | সব বিদেশী কর্মীদের ‘ভিজিটর' বলা একটি বোকার মতো প্রস্তাব। | Neben den Eid-Aktivitäten gab es noch andere interessante Themen in der kuwaiter Blogosphäre. |
18 | আমাদেরকে আমন্ত্রিত- কর্মী বা শুধু কর্মী বলা যায় কিন্তু ভিজিটর বললে যারা আসলেই তাই তাদের জন্য তো সমস্যা হবে। | intlxpatr schreibt über einen neuen Vorschlag, ‘Bewohner' als ‘Besucher' zu bezeichnen: Uns Gastarbeiter ‘Besucher' zu nennen ist eine dumme Idee. |
19 | ড্রিমস আর মেড অফ দিস এর ইসেচ পুরোনো ডাক বাক্সের খোঁজ অব্যাহত রেখেছে যেটির ব্যবহার কতৃপক্ষ বন্ধ করে দিয়েছে। এই বাক্সের সামনে আমি বিষ্মিত হয়ে দাঁড়িয়ে থাকি। | Nennt uns Gastarbeiter, nennt uns Arbeiter, aber wenn ihr uns ‘Besucher' nennt werdet ihr Probleme bekommen mit Menschen, die nur zu Besuch sind - z.B. |
20 | এটার কি হয়েছে? | BESUCHER! […] |
21 | কেন এটাকে অক্রমন করা হয়েছিল? আমি বাকরুদ্ধ। | Geschrieben von Abdullatif AlOmar. |