Sentence alignment for gv-ben-20130427-36278.xml (html) - gv-deu-20130505-15187.xml (html)

#bendeu
1সিঙ্গাপুরের স্কুল পাঠ্যক্রমে ‘পশু কল্যাণ’ বিষয়ের অন্তর্ভুক্তিSingapur: Tierschutz in Lehrpläne aufgenommen
2পশু প্রেমীদের জন্য শুভ সংবাদ।Gute Nachrichten für Tierliebhaber.
3সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয় সেই দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন ‘চরিত্র এবং নাগরিকত্ব শিক্ষা' পাঠ্যক্রমে ‘পশু কল্যাণ' বিষয়টির অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে।Das Schulministerium Singapurs bestätigte [en], dass Tierschutz in den neuen [en] Lehrplan für “Charakter- und Bürgererziehung” für Grund- und Sekundarschulen integriert werden soll. Die Society for the Prevention of Cruelty to Animals [internationaler Tierschutzverein] bejubelte die Einbeziehung des Tierschutzes in den Lehrplan:
4প্রাণিদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধের জন্য সেখানে পশু কল্যাণ বিষয়টিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে উত্সাহিত করেছেঃWir können nicht oft genug die Bedeutung dieser Veränderungen im Bildungsplan betonen, denn wir erziehen die nächste Generation von jungen Mädchen und Jungen zu anständigen, verantwortungsvollen Bürgern.
5আমরা শিক্ষা পাঠ্যক্রমের এই পরিবর্তন গুলিতে গুরুত্ব দিতে যথেষ্ট জোর করতে পারি না।Diese Veränderungen führen auch zu einem Leben voller Güte und Nächstenliebe für Tiere und Mitmenschen.
6পরবর্তী প্রজন্মের তরুণ ছেলে-মেয়েদের আমরা শ্রদ্ধেয়, দায়িত্বশীল, উদার জীবনের অধিকারি এবং প্রাণি ও সহকর্মী মানুষের জন্য সমবেদনশীল হিসেবে গড়ে তুলছি।
7আমরা আশা করছি এর ফলে বিরাট সাফল্য অর্জিত হবে।Dies ist der Durchbruch, auf den wir gehofft haben!
8প্রাণী নিষ্ঠুরতা প্রতিরোধের জন্য সোসাইটি দ্বারা পরিচালিত একটি খরগোশ পরিচর্যার কর্মশালাEin Workshop für Kaninchenpflege geleitet von der Society for the Prevention of Cruelty to Animals
9ব্রেকফাস্ট নেটওয়ার্কে কওন জিন ইও'র লেখার ফলে, স্কুলে ‘পশু কল্যাণ' বিষয়টি পড়ানোর গুরুত্ব স্বীকৃতি পায়ঃKwan Jin Yao schreibt für das Breakfast Network und erkennt [en] die Wichtigkeit des Lehrens von Tierschutz in Schulen:
10সিঙ্গাপুরে পশুদের সঙ্গে দুর্ব্যবহার, নিষ্ঠুরতা এবং বিসর্জন এর ভয়ঙ্কর উদাহরণ রয়েছে। তাঁদের প্রতি আমাদের আরও অধিক সম্মান প্রদর্শন করা প্রয়োজন - এবং তরুণ বয়স হচ্ছে এটি শুরুর সেরা সময়।Die entsetzlichen Fälle von Tiermissbrauch, Gewalt und Vernachlässigung in Singapur, wenngleich vereinzelt, signalisieren die Notwendigkeit für uns, größeren Respekt vor Tieren zu haben - und es ist am besten, wenn man früh damit anfängt.
11পাশাপাশি পশুদের প্রতি দয়ালু হবার শিক্ষা আমাদের দায়িত্ব বোধ নির্মাণ করতে সহায়তা করে। তরুণ সংবেদনশীল সন্তানেরা আরও বেশি সহানুভূতিশীল হয়ে ওঠে যদি সে অন্যদের জন্য উদ্বেগ প্রকাশ করে।Wenn man lernt, freundlich zu Tieren zu sein, kann das sogar Verantwortungsbewusstsein aufbauen, da das junge, leicht zu beeindruckende Kind einfühlsamer wird, indem es sich um andere sorgt.
12সমবেদনা তৈরী করা সম্ভব, যদি তাঁরা শিখে কিভাবে পশুদের সাথে আচরণ এবং সহাবস্থান করতে হয়।Mitgefühl kann gefördert werden, denn sie lernen, wie man sich benimmt und wie man zusammenlebt.
13এই সংস্কারের ফলে সমাজ কিভাবে উপকৃত হবে ফেসবুকে রেনে সের তা ব্যাখ্যা করেছেন:Auf Facebook erklärt Rene Ser, wie sich diese Reform zuträglich auf die Gesellschaft auswirken wird:
14এটি অনেক বড় খবর।Das sind tolle Nachrichten.
15একাডেমিক শ্রেষ্ঠত্বের পাশাপাশি, অন্যান্য জীবকে সম্মান করার জন্য আমরা তরুণদের উত্সাহিত করব। কারণ পৃথিবীটা শুধু মানুষের জন্য নয়।Neben akademischer Vortrefflichkeit ermutigen wir unsere Jüngsten, andere Lebewesen und das Ökosystem, mit seinen vielen Pflanzen und Tieren zu respektieren, denn die Welt besteht nicht nur aus Menschen.
16অনেক উদ্ভিদ এবং প্রাণীর সমন্বয়ে এই পৃথিবীর বাস্তুসংস্থান গঠিত।Ein Schritt in Richtung Tierliebe ist ein Schritt in Richtung der Liebe zur Erde.
17প্রাণীদের প্রতি ভালবাসার একটি পদক্ষেপ গ্রহণ যেন স্নেহময় পৃথিবীকে ভালবাসারই একটি পদক্ষেপ।Wenn man es in einem größeren Rahmen betrachtet, dann ist das definitiv zuträglich für die Gesellschaft und für unser Ökosystem.
18বৃহৎ অর্থে, এটি আমাদের সমাজ এবং পৃথিবীর বাস্তুসংস্থানের জন্য নিঃসন্দেহে উপকারী।
19আলিসিয়া লিঞ্চ তার মেয়ের সাথে এই শুভ সংবাদটি শেয়ার করেছেনঃAlycia Lynch teilt die gute Nachricht mit ihrer Tochter:
20আমার ১২ বছর বয়সী মেয়ে এটা শুনে খুশি হবে। শিশুরা যাতে প্রাণীদের সম্মান করা শিখতে শিখতে বড় হয়, সে কারণে ‘পশু কল্যাণ' বিষয়টি প্রত্যেক স্কুলের পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত বলে সে আমাকে বলেছে।Meine zwölfjährige [Tochter] wird glücklich darüber sein, das zu hören, denn sie hat immer gesagt, dass Tierschutz in den Lehrplan jeder Schule eingebunden werden soll, damit Kinder damit aufwachsen, Tiere zu respektieren.
21জিউস ইজকিউট মনে করেন পশু কল্যাণ বিষয়ে বাবা-মা'দেরও শিক্ষিত হওয়া উচিত:Zeus IsCute denkt, dass Eltern ebenso über Tierschutz informiert werden sollten:
22সত্যি বলতে, বাচ্চারা কিভাবে শিখবে আমি তা জানি না, যখন তাঁদের বাবা-মা'র নিজেদেরই শিক্ষার প্রয়োজন।Ehrlich gesagt, weiß ich nicht, wie es Kinder lernen sollen, wenn die Eltern diejenigen sind, die derartig erzogen werden müssen.