Sentence alignment for gv-ben-20100628-11445.xml (html) - gv-deu-20100627-2075.xml (html)

#bendeu
1ইরান: মীর হোসেন মুসাভির ব্যঙ্গচিত্র গ্রীন মুভমেন্ট নামক আন্দোলনকে আহত করেছেIran: Mir-Hossein Mousavi Karikatur erregt die Grüne Bewegung
2নিকহঙ্গ কাউসার কানাডায় বাস করা ইরানের এক অন্যতম ব্যঙ্গচিত্র বা কার্টুন শিল্পী। তিনি এ মাসে একটি কার্টুন পোস্ট করেছেন।Ein wichtiger iranischer Karikaturist und Blogger aus Kanada, Nikahang Kowsar, veröffentlichte diesen Monat eine Zeichnung von dem Oppositionsführer Mir-H0ssein Mousavi, die zu zahlreichen Reaktionen in iranischen Bürgermedien führte.
3এই কার্টুন ইরানের বিরোধী নেতা মীর হোসেন মুসাভির।
4তার এই কার্টুন ইরানের নাগরিক প্রচার মাধ্যমে প্রচণ্ড প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।Sie zeigt Mousavi an seinem Schreibtisch, zehn Jahre in der Zukunft, beim schreiben seiner 300.
5এই কার্টুনে দেখা যাচ্ছে মুসাভি এখন থেকে ১০ বছর পরে একটি টেবিলে বসে তার ৩০০-তম বিবৃতিটি লিখছে।Stellungnahme. Mousavi wird in der Karikatur nicht direkt beleidigt, aber die Erfolglosigkeit seiner Unterstützer wird abgebildet.
6এই কার্টুনে মুসাভিকে সরাসরি অপমান করা হয়নি, কিন্তু এই কার্টুন তাকে সঠিক ভাবে উপস্থাপন করেনি বলে তার সমর্থকরা মনে করে।Die oppositionelle Website Roozonline entfernte die Zeichnung unkommentiert, vielleicht als Reaktion auf die Empörung.
7সম্ভবত এই কার্টুনের উপর প্রতিক্রিয়া প্রদান করতে গিয়ে বিরোধী এক ওয়েবসাইট রুজঅনলাইন তাদের নিজস্ব সাইট থেকে কোন ব্যাখ্যা ছাড়াই এটি সরিয়ে ফেলে।Zeitgleich haben mehrere konservative (regerungsfreundliche) Websites im Iran die Karikatur aufgenommen und “feiern”, was sie für einen Stimmungswandel unter den “Konterrevolutionären” (der Opposition) halten.
8অন্যদিকে ইরানের ভেতরে অনেক রক্ষণশীল (সরকারপন্থী) ওয়েবসাইট এই কার্টুনটি পুনরায় প্রকাশ করেছে এবং এটি নিয়ে “উদযাপন করে”, যাকে তারা “প্রতি বিপ্লবীদের” অবস্থান পাল্টে যাবার মেজাজ হিসেবে (বিরোধীদের) দেখছে।
9সাবজা ১৩৮৮ লিখেছে [ফার্সী ভাষায়]:Sabz1388 schreibt [fa]:
10মুসাভি ফেরেশতা নন, তিনি পৃথিবীর একজন মানুষ, যিনি ভুল করতে পারেন।Mousavi ist kein Heiliger, Er ist ein menschliches Wesen von dieser Erde, das Fehler macht.
11নিকহঙ্গ, ১৯৮০-এর দশকে মৃত্যুদণ্ডের ব্যাপারে মুসাভির ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন করেন…, আমি জানি না, সে সময় তার ভূমিকা কি ছিল, সে সময় আমি বেশ ছোট ছিলাম। কিন্তু মুসাভি বর্তমানে প্রদান করা মৃত্যুদণ্ডের সমালোচনা করেনি…..Nikahang thematisiert Mousavis Reaktion auf Exekutionen in den 1980ern… Ich weiß nicht, damals war ich sehr jung, aber Mousavi hat die neuesten Hinrichtungen kritisiert… Argumente für und gegen Nikahang lenken uns nur ab von den Nachrichten und Aktionen der Grünen Bewegung.
12নিকহঙ্গ এর পক্ষে বা বিপক্ষে যুক্তি কেবল গ্রীন মুভমেন্টের সংবাদ ও কাজ থেকে আমাদের দুরে সরিয়ে দেবে।Jacoobjacoobi bezieht [fa] sich auf Mousavis 300.
13জ্যাকবজ্যাকোবি উল্লেখ করেন [ফার্সী ভাষায়] কার্টূনে দেখান মুসাভির ৩০০ তম বিবৃতির কথা এবং বলেন, এমনকি মৌসাভির কঠোর সমালোচকও অস্বীকার করতে পারবে না যে, তিনি প্রতিরোধ করছেন না এবং ইরানের নাগরিকদের অধিকারের দাবি জানাচ্ছেন না।
14সোগলমে যুক্তি দেখাচ্ছে [ফার্সী ভাষায়] যে নিকহঙ্গ মুসাভির অহিংস আন্দোলনকে নিয়ে মজা করেছেন। নিকহঙ্গ নিজে এই বিষয়টি অস্বীকার করেন এবং লিখেন [ফরাসী ভাষায়], তিনি নিজেও অহিংস আন্দালনের সমর্থক:Stellungnahme in der Zeichnung und stellt fest, dass nicht einmal die schärfsten Kritiker von Mousavi leugnen können, dass er sich auflehnt und die Rechte der iranischen Bürger einfordert.
15“আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে প্রশ্ন করেছে আমি কি মুসাভিকে ধ্বংস করতে চাই।Sogholme meint [fa], Nikahang mache sich über Mousavis gewaltfreie Art des Widerstands lustig.
16আমার উত্তর হচ্ছে আমি মোটেও তা চাই না। তার সাথে আমার কোন ব্যাক্তিগত দ্বন্দ্ব নেই।Nikahang selbst widerspricht und schreibt [fa], dass er gewaltfreiheit unterstütze:
17আমি এক ব্যঙ্গচিত্র শিল্পী এবং ক্ষমতার উভয় দিকে যা রয়েছে, সে সব নিয়ে আমি মজা করব, সেগুলোকে নিয়ে প্রশ্ন করব”।“Manche Freunde haben mich gefragt, ob ich Mousavi zerstören möchte. ganz und gar nicht.
18নিকহঙ্গ আরেকটি কার্টুন এঁকেছেন, যেখানে তিনি মৌসাভি একজন সবুজ ফেরেশতা বা গ্রীন সেইন্ট হিসেবে চিত্রিত করেছেন।Ich habe kein persönliches Problem mit ihm… ich bin Karikaturist und sollte mich über alle Mächtigen lustig machen - und sie in Frage stellen.”
19তাকে তিনি ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমেদিনেজাদের সাথে তুলনা করেছেন, যে মৌসাভি এক সময় দাবি করেছিল জাতি সংঘে ভাষণ দেবার সময় তার মাথার চারপাশে এক উজ্জ্বল আলো দেখা দিয়েছিল।Nikahang hat eine weitere Karikatur gezeichnet, die Mousavi als “grünen” Heiligen zeigt und vergleicht ihn mit Präsident Mahmoud Ahmadinejad, der einmal sagte bei einer Rede vor den Vereinten Nationen umgebe ihn ein Lichtschein.