Sentence alignment for gv-ben-20150528-48733.xml (html) - gv-deu-20150613-29936.xml (html)

#bendeu
1পুরস্কার বিজয়ী ছবিতে উঠে এলো তাইওয়ানের অর্কিড দ্বীপের আদিবাসী তাওদের চিত্র
2ছবি তুলেছেন ওয়েন ইয়েন ওয়াং।Preisgekrönte Fotostrecke dokumentiert die Tao-Ureinwohner der taiwanesischen Orchideeninsel
3সিসি বিওয়াই-এনসি-এনডি লাইসেন্সের আওতায় প্রকাশ করা হয়েছে।Diese Arbeit von Wen-Yen Wang ist lizensiert unter CC BY-NC-ND.
4বিশ্বায়নের হাওয়া লেগেছে তাইওয়ানের অর্কিড দ্বীপে। তবে ব্যাপারটা ভাবিয়ে তুলেছে সেখানকার আদিবাসী তাওদের।Die Tao genannten Ureinwohner der taiwanesischen Orchideeninsel haben lange darum gekämpft ihre Heimat zu bewahren, während sich die Welt um sie herum veränderte.
5তারা চেষ্টা করছেন তাদের আবাসভূমি ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার।
6২০১৪ সালে অর্কিড দ্বীপে প্রথম চেইন শপ চালু হয়।Erst im Jahr 2014 hat der erste Supermarkt eröffnet.
7তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে নয়নাভিরাম প্রবাল এবং আদিবাসী তাওদের অনন্য সংস্কৃতির জন্য দ্বীপটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে।
8তবে বেশি বেশি পর্যটক আসায় উদ্বিগ্ন দ্বীপের অনেকেই। কারণ, তারা মনে করেন, বেশি পর্যটক আসলে শুধু চাকরি আর আয়-ই বাড়ে না, দ্বীপের পরিবেশ নোংরা ও দুষিতও হয়।In den vergangen Jahren hat sich die Insel aber aufgrund ihrer schönen Korallenriffe und der einzigartigen Kultur der Tao zu einem beliebten Touristenziel entwickelt.
9উল্লেখ্য, জীবিকা নির্বাহের জন্য তাও'রা মাছ ধরার প্রচলিত পদ্ধতির উপর নির্ভর করে থাকেন।Viele sorgen sich nun darüber, dass die steigende Zahl an Touristen kein Mehr an Jobs und Gehältern bedeuten, sondern nur mehr Abfall und erhöhte Umweltverschmutzung.
10তাই পর্যটককেন্দ্রিক দ্বীপের বর্তমান জীবনধারা তাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।Traditionell haben die Tao ihre Lebensgrundlage mit dem Fischfang gesichert, doch diese Lebensweise ist nun bedroht.
11চিত্রগ্রাহক ওয়েন ইয়েন ওয়াং নিয়মিতভাবে দ্বীপে গিয়ে তাওদের ছবি তুলে থাকেন।Wen-Yen Wang hat die Insel regelmäßig besucht und die Geschichten der Tao fotografisch festgehalten.
12সেই ছবিগুলোই সম্প্রতি তাইওয়ান নিউজ ফটোগ্রাফি স্টাডি গ্রুপ আয়োজিত প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে।
13নিচে তার কিছু ছবি ও বর্ণনা দেয়া হলো। রাতে জোয়ারে পানি নেমে গেলে অর্কিড দ্বীপের একজন আদিবাসী কাঁকড়া ধরতে সাগরে গেলেন।Seine daraus entstandene Fotodokumentation hat kürzlich Auszeichnungen in verschiedenen Kategorien eines nationalen Fotowettbewerbs gewonnen, der von der Taiwan News Photograph Study Group ausgerichtet wurde.
14তিনি কালো প্রবাল প্রাচীরে লাফিয়ে পড়লেন।Nachfolgend sind einige seiner Bilder und die dazugehörigen Beschreibungen.
15তারপর পাথরের প্রাচীরের ওপর একটার পর একটা ঢেউয়ের ধাক্কা দেখলেও তার কোনো নড়াচড়া দেখতে পেলাম না আমি।
16তবে যখন দেখলাম, তখন তার হাতে কয়েকটা কাঁকড়া শোভা পাচ্ছে।Ein Bewohner der Orchideen Insel ging nachts bei Ebbe zum Meer, um Krabben zu fangen.
17তাছাড়া পানির নিচে পাথরের ফাঁকে লুকিয়ে থাকা গলদা-চিংড়ি ধরতে কয়েকবার পানিতে ঝাঁপিয়ে পড়তেও দেখলাম তাকে।Er sprang auf die schwarzen Steine des Riffs, auf die von Zeit zu Zeit die Wellen einbrachen.
18ডাকান দ্বীপের খুব পরিচিত একজন মানুষ।Ich hatte noch keinerlei Bewegung gesehen und schon hielt er ein paar Krabben in den Händen.
19তিনি অর্কিড দ্বীপের পুরোনো ও নতুন জীবনধারা'র মধ্যকার যোগসূত্র হিসেবে কাজ করেন।Ab und zu sprang er ins Wasser, um Hummer zu fangen, die sich zwischen den Steinen unter der Wasseroberfläche versteckten.
20খুব বেশি পড়াশোনা করেননি তিনি। ছোটকালে স্কুলে যেতে ভালো লাগতো না তার।Dakaan verkörpert einen typischen Charakter im Übergang zwischen alter und neuer Lebensweise auf der Orchideeninsel.
21তবে তিনি তার গ্রামে ‘সাগরের রাজপুত্র' হিসেবে খুব পরিচিত।Da er als Kind nicht gerne zur Schule ging, konnte er nur wenig Lesen und Schreiben.
22সাগরের অনেককিছু নিয়েই তার ভালো জানাশোনা আছে।Im Fischerdorf war er dagegen als „Prinz des Meeres“ berühmt.
23অর্কিড দ্বীপের অনেকেই তার কাছে আসেন, কীভাবে মাছ ধরতে হয় সে বিষয়ে পরামর্শ নিতে।Er weiß eine Menge über das Meer und viele Bewohner der Insel kommen zu ihm, um zu lernen wie man Fische fängt.
24তাও সমাজের নিয়ম অনুযায়ী যে মাছ ধরতে পারেন, সেই ব্যক্তি মেয়েদের জন্য খুবই উপযুক্ত পাত্র।In der traditionellen Tao-Gemeinschaft ist ein Mann, der weiß, wie man fischt, die beste Wahl für eine Frau.
25যদিও ডাকান এখন পর্যন্ত একা আছেন, বিয়ে করেননি।Dakaan ist aber noch immer Single.
26কারণ, অর্কিড দ্বীপবাসী এখন পুঁজিতান্ত্রিক সমাজ ব্যবস্থায় প্রবেশ করেছে।Für die Orchideeninsel-Bewohner, die in die Geldwirtschaft eingestiegen sind, ist die Kunst des Fischfangs nicht mehr von Bedeutung.
27সেখানে মাছ ধরার দক্ষতার কোনো দামই নেই। তাছাড়া ডাকান যে পদ্ধতিতে মাছ শিকার করেন, সেভাবে মাছ ধরে তেমন আয়ও করতে পারেন না।Obwohl Dakaan herausragende Fähigkeiten darin besitzt Fische unter Wasser mit den bloßen Händen zu fangen, kann er auf diese Weise nur wenig Geld verdienen.
28তাই অতিরিক্ত টাকা উপার্জনের আশায় মাছ ধরার মৌসুমের পরে তিনি তাইওয়ানের মূল দ্বীপে চলে যান।Er hat daher begonnen, sich im Anschluss an die Fliegenfisch-Saison auf der Hauptinsel Taiwans etwas Geld dazu zu verdienen.
29ডাকান খুব ভোরে সাগরে গিয়ে আগে থেকে পেতে রাখা জালে মাছ উঠেছে কিনা দেখছেন।Dakaan geht am Morgen zum Meer, um die Netze zu kontrollieren, die er am Meeresboden ausgelegt hat.
30ডাকান প্রবালের উপরিভাগে সাঁতার কেটে শামুক সংগ্রহ করছেন।Dakaan schwimmt zwischen dem Riff und der Wasseroberfläche, um Turbanschnecken zu sammeln.
31ডাকান জালে আটকে পড়া রাডার মাছ (মৃগেল জাতীয় মাছ) সংগ্রহ করছেন।Dakaan hohlt ein Netz ein, in dem sich rund ein Dutzend Schwarzfische befinden.
32ডাকান ডুব দিয়ে সাগরের ৬ মিটার পানির নিচে পাথরের সাথে জাল বেঁধে রাখছেন।Um ein Netz am Meeresboden auszulegen, muss Dakaan sechs Meter tief auf den Grund hinab tauchen und das Netz an den Steinen befestigen.
33ডাকান পানির নিচে জাল পেতে ফিরে আসার সময়ে অক্টোপাস শিকার করছেন।Diese Arbeit von Wen-Yen Wang istlizensiert unter CC BY-NC-ND.
34রাতে পানির নিচে নেমে প্রবাল প্রাচীরের খাঁজে লুকিয়ে থাকা মাছ খুঁজে দেখছেন ডাকান।Dakaan kämpft mit einem frisch gefangenen Oktopus auf seinem Weg zurück an die Meeresoberfläche. Dakaan sucht während eines Nachttauchgangs nach Fischen, die sich in Riffhöhlen verstecken.
35শীতের রাতে জাল পেতে পানি থেকে উঠে আসার পর ডাকান শরীর পরিষ্কার করছেন।Dakaan wäscht sich nach dem Tauchen in einer Winternacht im Fluss, um seinen Körper wieder aufzuwärmen.
36শীতের সময়েও সাঁতার কাটতে তিনি রাবার জাতীয় কাপড় পরেন না।Er trägt auch wenn die Kaltzeit kommt keinen Neoprenanzug.
37উড়ুক্কু মাছ (ফ্লাইং ফিশ) ধরতে ডাকান মাছ ধরার নৌকায় বসে আছেন।Dakaan fährt mit dem Boot hinaus, um zu fischen und um fliegende Fische zu fangen.
38উড়ুক্কু মাছ (ফ্লাইং ফিশ) ধরার মৌসুম শেষে ডাকান তাইওয়ানে কাজের জন্য যান।Nach der Fliegenfisch-Saison geht Dakaan nach Taiwan, um zu arbeiten.
39সমুদ্র থেকে দূরে থাকার সময়ে তার একমাত্র বিনোদন হলো বন্ধুদের সাথে খাওয়া আর গান গাওয়া।Fern ab vom Meer zählt das Singen und gemeinsame Abendessen mit Freunden zu seinen einzigen Unterhaltungen.
40আওয়েনের বেড়ে ওঠা অর্কিড দ্বীপে।Awen ist auf der Orchideeninsel aufgewachsen.
41সেখানে তার একটি মুদি দোকান আছে।Ihm gehört ein Lebensmittelgeschäft und er betreibt einen Rollerverleih.
42তাছাড়া মোটরসাইকেল ভাড়া দেয়ার ব্যবসাও করেন তিনি। সাগরে খুব বেশি যাওয়া হয় না তার।Obwohl er selbst nur selten ins Meer geht ist ihm das Meer und die Insel mehr Wert als jedem anderen.
43তবে অন্য অনেকের চেয়ে সাগর এবং দ্বীপের অনেক বেশি যত্ন নেন তিনি।Er macht sich Sorgen, dass seine schöne Heimat der Umweltzerstörung zum Opfer fallen wird.
44পরিবেশ বিপর্যয়ের কারণে তাদের এই সুন্দর দ্বীপভূমি ধ্বংস হয়ে যাবে বলে তিনি খুব উদ্বিগ্ন।
45তাই তিনি রিসাইকেলের কাজে হাত দিয়েছেন: তিনি রিসাইকেল কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করছেন, বোতল ও ক্যানের ব্যাগগুলো সংগ্রহ করে, সেখানে নতুন ব্যাগ রেখে আসছেন।Er hat deshalb angefangen, im Recycling zu arbeiten: Er kontaktiert Recyclingfirmen, sammelt säckeweise Plastikflaschen und leere Dosen und tauscht die Müllsäcke aus, die er dafür auf der ganzen Insel verteilt hat.
46তাছাড়া তিনি কয়েকদিন পরপর ভ্যান চালিয়ে সারা দ্বীপ ঘুরে বোতল ও ক্যানের ব্যাগগুলো সংগ্রহ করে সেখানে নতুন ব্যাগ রাখছেন।Für dieses Unternehmen hat er sich sogar einen Transportwagen gekauft, mit dem er alle paar Tage losfährt, um die vollen Säcke einzusammeln und neue Müllsäcke zu verteilen.
47আর এই বোতল এবং ক্যান রাখার জন্য বাবার কাছ থেকে একটুকরো জমিও পেয়েছেন। যদিও তার বাবা শুরুতে এসব কাজ খুব একটা ভালো চোখে দেখেননি।Awens Vater heißt seine Arbeit nicht gut - um die gesammelten Flaschen und Dosen zu lagern, hat er ihn um ein Stück Land als Lagerplatz gebeten, das gut zum Anbau von Taros geeignet wäre.
48জমির অন্য অংশে তিনি মুখীকচু, মিষ্টি আলুর চাষ করেছেন। তবে তাদের জমি আবর্জনায় ভরে যাচ্ছে।Auf dem Land der anderen wachsen Taros und Süßkartoffeln und auf seinem Land wächst Müll.
49অর্কিড দ্বীপের মাছ ধরার ঐতিহ্যবাহী নৌকা আই-রারালি'র প্রধান হলেন মিন জুন জিয়াং।Min-Jun Jiang ist der Leiter eines großen Schiffs in I-Raraley.
50নৌকাগুলো সাধারণত পারিবারিকভাবে পরিচালনা করা হয়।Traditionell werden Fischereischiffe auf der Orchideeninsel von Familien geführt.
51নৌকার যিনি প্রধান তিনি পরিবারের সদস্যদের কাছে খুব সম্মানীত ব্যক্তি।Der Leiter eines Schiffs muss daher eine respektierte Persönlichkeit mit einer großen Familie sein.
52তবে বিশ্বায়নের হাওয়ায় সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থায় পরিবর্তন আসায় এই নৌকাগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।
53অধিকাংশ নৌকা-ই ধ্বংস হয়ে গেছে। যেগুলো অবশিষ্ট আছে, সেগুলোও পুরোনো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে।Als ein Ergebnis des gesellschaftlichen und kulturellen Wandels existieren derartige Familienschiffe aber nicht mehr und die wenigen Leiter der Schiffe werden alt.
54সংশ্লিষ্ট লেখাগুলো: :