Sentence alignment for gv-ben-20110904-19756.xml (html) - gv-deu-20111005-3797.xml (html)

#bendeu
1ইউএনএফপি-এর ৭০০ কোটি মানব কার্যক্রম-এর অংশীদার হল গ্লোবাল ভয়েসেসGlobal Voices geht Partnerschaft mit “7 Milliarden Aktionen” des UN-Bevölkerungsfonds ein
2২০১১ সালে বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি ছাড়িয়ে যাবে।2011 wird die Weltbevölkerung 7 Milliarden überschreiten.
3এই ঐতিহাসিক ঘটনায় পদার্পণ-এর ক্ষেত্রে, জাতিসংঘের জনসংখ্যা তহবিল ( ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড) (ইউএনফপিএ) এই ঘটনাকে চিহ্নিত করার জন্য গ্লোবাল ভয়েসেস-কে দায়িত্ব দিয়েছে বেশ কিছু ধারাবাহিক পোস্ট লেখার। এতে একটি দল বা গ্রুপ পোস্ট লিখবে।Um an diesen Meilenstein zu erinnern, wurde Global Voices vom UN-Bevölkerungsfonds (UNFPA) beauftragt, eine Reihe von Artikeln zu schreiben, die sich damit beschäftigen, wie eine Person oder eine Gruppe in einer Welt von 7 Milliarden einen Unterschied machen kann.
4কি ভাবে ৭০০ কোটি মানুষের পৃথিবীতে একটি দল বা গ্রুপ এখনো এক পার্থক্য গড়ে দিতে পারে, সেই বিষয়ে পোস্ট লেখা উদযাপন করা হবে।Die Geschichten, von Global-Voices-Autoren aus verschiedenen Ländern werden einen Teil der globalen Kampagne 7 Milliarden Aktionen darstellen.
5গ্লোবাল ভয়েসেস-এর বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের লেখা কাহিনীগুলো, ৭ বিলিয়ন এ্যাকশান ( ৭০০ কোটি কার্যক্রম) নামক প্রচারণার অংশ হবে।
6এই প্রত্যেকটি কাহিনী লিঙ্গুয়া সাইটে জাতিসংঘের ব্যবহৃত আনুষ্ঠানিক ভাষা, ফরাসী, স্প্যানিশ, রুশ, চীনা এবং আরবীতে অনুবাদ করা হবে।Jede Geschichte wird von Lingua in die UN-Sprachen Französisch, Spanisch, Russisch, Chinesisch und Arabisch übersetzt.
7এখানে অনেক যে চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম, পৃথিবীর মানুষকে বাঁচিয়ে এবং স্বাস্থ্যবান রাখা।Die Herausforderungen, die Menschen der Welt gesund und am Leben zu halten, sind vielfältig.
8শ্রীলঙ্কার শিশু এবং বৃদ্ধ। ছবি ফ্লিকারের মাইকেল ফলির (সিসি বাই-এনসি-এনডি)Jung und Alt in Sri Lanka von Michael Foley bei Flickr (CC BY-NC-ND)
9বছর জুড়ে বিশ্ব উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে গ্লোবাল ভয়েসেস সে বিষয়ে সংবাদ প্রদান করে থাকে (এ বিষয়ে আমাদের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে প্রকাশিত বিশেষ সংবাদের পাতা দেখুন)।Global Voices berichtet das ganze Jahr über die Herausforderungen der globalen Entwicklung (Siehe unsere Sonderberichterstattung über die Millenniumsentwicklungsziele), aber in dieser Reihe, freuen wir uns darauf, etwas anderes zu versuchen.
10কিন্তু এই ধারাবাহিক লেখাগুলোতে আমরা খানিকটা ভিন্ন কিছু করার চেষ্টা করছি।Wir feiern die positiven Initiativen von Einzelnen und Organisationen mit kurzen Porträts, die Handlungen anderswo inspirieren können.
11আমরা ব্যাক্তি এবং দলের সংক্ষিপ্ত পরিচয় সহ তাদের ইতিবাচক উদ্যোগ যা অন্য কোন এলাকার কর্মকাণ্ডকে উদ্দীপ্ত করবে, তা উদযাপন করব।
12নারী অধিকার, শিক্ষা, টেকসই নগর উন্নয়ন, এই সব বিষয়ে যে সব সমস্যা রয়েছে, তার আশু সমাধান এবং নাগরিকদের পরিষ্কারভাবে তার অংশীদার হওয়া প্রয়োজন।Frauenrechte, Bildung, nachhaltige städtische Entwicklung und Umwelt - dies alles sind Themen, die dringend Lösungen brauchen, von denen die Bürger selbst ein Teil sein müssen.
13এই ঘটনার উপর যারা লিখবে, আমাদের সেই সব লেখকরা মালাউয়ি, মিশর, লেবানন, জিম্বাবুয়ে, কিউবা, ব্রাজিল এবং আর অনেক দেশে বাস করে।Unsere Autoren für diese Serie sind aus Malawi, Ägypten, Libanon, Simbabwe, Kuba, Brasilien und vielen anderen Ländern.
14তারা সম্মিলিত ভাবে এক ডজনের বেশ ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে।Sie sprechen mehr als ein Dutzend Sprachen.
15তাদের লেখা আর অনুবাদের মাধ্যমে আশা করি যে, আমরা আপনাদের নতুন অনেক ব্যক্তি, চিন্তা এবং কাহিনীকে আপনাদের সামনে তুলে ধরতে পারব, যা আপনি অন্য কোথাও শুনতে পাবেন না।Durch ihre Artikel und die Übersetzungen hoffen wir, euch viele neue Menschen, Ideen und Geschichten vorzustellen, die man sonst nirgends hört!
16এই প্রচারনার সাথে যুক্ত হবার জন্য ৭০০ কোটি জনসংখ্যা কার্যক্রমের পাতা দেখুন।Besucht 7 Milliarden Aktionen um euch für die Kampagne zu engagieren.
17জনসংখ্যা বিষয়ক যে চ্যালেঞ্জ সামনে আসছে সেই বিষয়ে ইউএনফপি-এর স্লাইড শো দেখুন।Seht euch eine Diashow des UN-Bevölkerungsfonds über die Herausforderungen, die vor uns liegen, an.