Sentence alignment for gv-ben-20140718-44127.xml (html) - gv-deu-20140620-22061.xml (html)

#bendeu
1বিবৃতিঃ মেধাবী তাজিক শিক্ষার্থী আলেকজান্ডার সোডিকোভের মুক্তির দাবি জানাল গ্লোবাল ভয়েসেসStellungnahme: Global Voices fordert Freilassung des tadschikischen Wissenschaftlers Alexander Sodiqov
2স্ত্রী ও সন্তানের সাথে অ্যালেক্স সোডিকভ।Alex Sodiqov mit seiner Ehefrau und seinem Kind.
3ছবিটি অনুমতিক্রমে ব্যবহৃত।Foto verwendet mit Genehmigung.
4গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় আলেকজান্ডার সোডিকভের মুক্তি দাবি জানিয়েছে।Alle Links führen, soweit nicht anders gekennzeichnet, zu englischsprachigen Webseiten.
5টরোন্টো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি'তে অধ্যয়নরত তাজিক শিক্ষার্থী এবং গ্লোবাল ভয়েসেসের এই লেখককে সম্প্রতি তাজিকিস্তানে কারাবন্দী রাখা হয়েছে।Die Global Voices-Gemeinschaft fordert die Freilassung von Alexander Sodiqov, tadschikischer Doktorand an der Universität Toronto und Global Voices-Autor, der derzeit in Tadschikistan festgehalten wird.
6তাজিকিস্তানের স্বায়ত্ত শাসিত গর্নো-বাদাখশান অঞ্চলে গত ১৬ জুন তারিখে এলেক্সকে গ্রেপ্তার করা হয়। তিনি এক্সটার বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে পরিচালিত একটি প্রকল্পের কাজের অংশ হিসেবে সংকট নিরসন বিষয়ে গবেষণা করছেন।Alex wurde am 16. Juni in der autonomen Provinz Berg-Badachschan in Tadschikistan festgenommen [de], wo er sich zu Forschungszwecken über Konfliktlösung als Teil eines andauernden Kooperationsprojektes mit der Universität Exeter aufhielt.
7তাজিকিস্তানের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির বিরোধী দলীয় আঞ্চলিক প্রতিনিধি আলিম শারজামনোভের সাক্ষাৎকার নেয়ার উদ্দেশ্যে তাঁর সাথে দেখা করতে গেলে সাদা পোশাকে থাকা পুলিশ কর্মকর্তারা তাকে অপহরণ করেন।
8তাদের বিবরণ অনুসারে, তিনি তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য বলে চিহ্নিত করেছেন। তাজিক জাতীয় নিরাপত্তা কমিটি তাকে গ্রেপ্তারের পর একটি বিবৃতি প্রকাশ করেছে।Alex führte ein Interview mit Alim Sherzamonov, regionaler Vertreter der oppositionellen Sozialdemokratischen Partei Tadschikistans, als sich ihm Beamte in Zivil, die sich Berichten zufolge als Agenten des Staatssicherheitsdienstes ausgaben, näherten und ihn entführten.
9এই বিবৃতিতে তাঁর গ্রেপ্তার নিশ্চিত করা হয়েছে এবং সন্দেহ করা হচ্ছে, সোডিকভ অপ্রকাশিত বিদেশী সরকারের পক্ষে গুপ্তচর হয়ে কাজ করছেন।Das tadschikische Staatskomitee für nationale Sicherheit veröffentlichte später eine Stellungnahme, in der es die Verhaftung Sodiqovs bestätigte und ihm Spionage im Auftrag einer nicht identifizierten ausländischen Regierung vorwarf.
10তবে সোডিকভ তাদের হেফাজতে আছেন কিনা তা কর্মকর্তারা নিশ্চিত করেননি।Die Beamten bestätigten jedoch nicht, dass sich Sodiqov in ihrem Gewahrsam befindet.
11উত্তরোত্তর ক্রমবর্ধমানভাবে আলেকজান্ডারের কারাবন্দী অবস্থা দেখে মনে হচ্ছে যেন জোর করে তাকে অদৃশ্য করে রাখা হয়েছে।
12যদি তাই হয়ে থাকে, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তা একেবারেই অবৈধ।Alexanders Festnahme hat zunehmend den Anschein von “Verschwindenlassen”, was völkerrechtswidrig ist.
13হিউম্যান রাইটস ওয়াচ একটি বিবৃতিতে উল্লেখ করেছে, যখন রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী “কাউকে আটক রাখা বা ব্যক্তির ভাগ্য বা অবস্থান সম্পর্কে সত্যতা স্বীকার করতে চায় না, এই উপায়ে বন্দী ব্যক্তিকে আইনের সুরক্ষার বাইরে রেখে দেয়”।In einer Stellungnahme erklärte Human Rights Watch, dass man von Verschwindenlassen dann spricht, wenn staatliche Akteure “bestreiten eine bestimmte Person in Gewahrsam zu haben oder keine Auskunft über das Schicksal oder den Verbleib dieser Person geben und diese sich somit außerhalb des Schutzes des Gesetzes befindet”.
14১৬৭ টি দেশের বিভিন্ন ব্লগার, সক্রিয় কর্মী, লেখক এবং অনুবাদকদের একটি গোষ্ঠী হচ্ছে গ্লোবাল ভয়েসেস।
15আমাদের প্রধান উদ্দেশ্যের সারকথা হল, বাক স্বাধীনতার সার্বজনীন মানবাধিকার।Global Voices [de] ist eine Gemeinschaft von Bloggern, Aktivisten, Autoren und Übersetzern aus 167 Ländern.
16গোষ্ঠীটির প্রধান উদ্দেশ্য হচ্ছে, সারা বিশ্বের সব না বলা খবরগুলো প্রকাশ করা এবং কোন রকম ভয় না পেয়ে প্রত্যেকের মুক্তভাবে কথা বলার অধিকার রক্ষা করা।
17একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে এলেক্স তাঁর দেশে রাজনৈতিক বিতর্কের নানা আঙ্গিকে প্রতিটি মানুষের গল্পগুলোকে আলোকিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘনের এই ঘটনায় আমাদের প্রতি চরম নিষ্ঠুর আচরণ করা হয়েছে।Das universelle Menschenrecht auf freie Meinungsäußerung ist grundlegender Bestandteil unserer Mission: Wir erzählen Geschichten aus der ganzen Welt, die in den großen Medien wenig Aufmerksamtkeit erfahren und verteidigen die Rechte eines jeden sich frei und ohne Angst äußern zu können.
18আমরা তাঁর নিরাপত্তা নিয়েও বেশ উদ্বিগ্ন। আমরা চাই তাজিক নিরাপত্তা বাহিনী কোন রকম শর্ত ছাড়া অতি শীঘ্রই এলেক্সকে মুক্তি দিবে।Als Wissenschaftler setzt sich Alex sehr dafür ein, die Geschichten einzelner Menschen aus unterschiedlichen Perspektiven der politischen Debatte in seinem Heimatland ans Licht zu bringen.
19যেভাবে সমর্থন জানাবেনঃ আলেক্সের মুক্তির জন্য অফিসিয়াল প্রচারাভিযান সাইটটি ভিজিট করুন (ইংরেজি এবং রুশ ভাষায়)।Wir sind empört über die Verletzung seines Rechts auf freie Meinungsäußerung und äußerst besorgt um seine Sicherheit.
20এবং আপনার/সংস্থার নাম আলেক্সের মুক্তির আবেদনে যোগ করুন।Wir fordern von den tadschikischen Behörden die sofortige und bedingungslose Freilassung von Alex.
21#ফ্রিঅ্যালেক্সসোডিকভ হ্যাশট্যাগটিতে টুইট ও অনুসরন করুন।