# | ben | deu |
---|
1 | আফ্রিকাঃ লন্ডন অলিম্পিক ২০১২- আমরা আসছি! | Afrika: London 2012 – Wir kommen! |
2 | ২০১২ অলিম্পিক শুরু হতে আর মাত্র ১৭ দিন বাকি এবং লন্ডনে আয়োজিত এই ক্রীড়া আসরের জন্য বিশ্ব চঞ্চল হয়ে উঠেছে- আর আধুনিক অলিম্পিকের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বারের মত লন্ডনে অলিম্পিকের আসর বসতে যাচ্ছে। | Dieser Beitrag ist Teil unseres Dossiers Olympia 2012 in London. Alle Links in diesem Artikel führen zu englischsprachigen Webseiten. |
3 | আফ্রিকার জন্য এই প্রতিযোগিতা অনেক সম্ভাবনার এবং এখনকার কিছু রাষ্ট্র এর জন্য বছরের পর বছর ধরে প্রস্তুতি গ্রহণ করেছে এবং একই সাথে আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রের পরস্পরের সাথে পরস্পরের যে প্রতিদ্বন্দ্বিতা, এই আসর সেটির পুনর্জাগরনের ক্ষেত্র। | Die vor Kurzem eröffneten Olympischen Spiele, die London zum dritten Mal in ihrer modernen Geschichte ausrichtet, halten die ganze Welt in Atem. Afrikas Aussichten bei den Spielen sind gut. |
4 | আফ্রিটোরিয়াল, আফ্রিকার অলিম্পিকে অংশগ্রহণের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্বন্ধে বর্ণনা প্রদান করেছে, ১৯০৮ সালে প্রথম অংশগ্রহণের পর থেকে কি ভাবে আফ্রিকার দেশগুলো এই ক্রীড়া প্রতিযোগিতায় ধাপে ধাপে উন্নতি করেছে: | Für einige afrikanische Länder wird Olympia zum Höhepunkt der Vorbereitungsjahre - sowie der neu aufflammenden Konkurrenz. Afritorial bietet einen Überblick über die Olympiateilnahme der afrikanischen Staaten seit ihrem ersten Auftritt im Jahre 1908: |
5 | দীর্ঘ সময় ধরে আফ্রিকার দেশগুলো অলিম্পিক পরিবারে সদস্য, আর ১৯০৮ সাল থেকে এই মহাদেশের জাতিসমূহ আধুনিক অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে। লন্ডনে অনুষ্ঠিত সেই অলিম্পিকে, সাব সাহারা অঞ্চল থেকে কেবল দক্ষিণ আফ্রিকাই অংশ গ্রহণ করেছিল। | Die Länder Afrikas gehören schon lange der Olympischen Familie an. Seit 1908 haben verschiedene Nationen des Kontinentes an den Olympischen Spielen der Neuzeit teilgenommen. |
6 | আফ্রিকা থেকে দ্বিতীয় দেশ হিসেবে মিশর ১৯২৮ সালে আমস্টার্ডাম অলিম্পিকে অংশ নেয়। | Damals vertrat Südafrika bei Olympia in London als einzige die Region Subsahara-Afrika. |
7 | ১৯৬০ সালে আফ্রিকা থেকে অলিম্পিকে অংশগ্রহণকারীর সংখ্যা ব্যাপক হারে পরিবর্তিত হয়। সে সময় আফ্রিকার উল্লেখযোগ্য পরিমাণ দেশ উপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে। | 1928 schloss sich dem ersten afrikanischen Teilnehmer Ägypten in Amsterdam an. Die Größenordnung der Teilnahme änderte sich 1960 mit dem Ansturm der afrikanischen Länder, die ihre Unabhängigkeit von den Kolonialmächten errungen hatten. |
8 | এর আগের সময় পর্যন্ত আফ্রিকার দেশগুলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বটে, তবে সাধারণত নিজ নিজ উপনিবেশিক শাসক রাষ্ট্রের দলের একজন হয়ে। | Auch zuvor hatten sich afrikanische Sportler an den Spielen beteiligt, in den meisten Fällen vertraten sie aber die entsprechenden Kolonialmächte. |
9 | বর্তমানে আফ্রিকার দেশসমূহ সফলভাবে অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে। | Jetzt sind die Staaten Afrikas selbständige und erfolgreiche Akteure auf der Olympia-Bühne. |
10 | ২০১২ অলিম্পিক গেমসে আফ্রিকার দেশসমুহের ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, নাইজেরিয়া এবং ঘানার স্বর্ণ জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। | Äthiopien, Südafrika, Kenia, Nigeria und Ghana haben die besten Chancen, die meisten Medaillen für Afrika bei den Spielen 2012 zu gewinnen. |
11 | তাদের ক্রীড়াবিদরা অসাধারণ, তাদের অলিম্পিক কর্মসূচি অনেক জোরালো এবং দূর পাল্লার ও মাধ্যম দূরত্বের দৌড় প্রতিযোগিতায় তাদের দৌড়বিদেরা সেরা। | Ihre Athleten sind phänomenal, ihre Olympischen Programme solide und sie sind im Lang- und Mittelstreckenlauf unübertroffen. |
12 | তবে অন্যদিকে টোগোর মত রাষ্ট্র কেবল দুজন প্রতিযোগীকে লন্ডন অলিম্পিকে পাঠাচ্ছে, কারণ এমনকি যদিও তাদের নাগরিকরা এই প্রতিযোগিতায় অংশ নেবার যোগ্যতা অর্জনে সক্ষম হয়, তারপরেও দেশটির তাদেরকে সেখানে পাঠানোর মত আর্থিক সঙ্গতি নেই। | Im Gegensatz dazu gibt es Länder wie Togo, die nur zwei Athleten nach London schicken, weil sie sich eine größere Zahl an Vertretern nicht leisten können. Auch wenn diese die Qualifikation erfolgreich bestanden haben. |
13 | অলিম্পিকে কেনিয়ার নাগরিকরা, ছবিসুত্র; স্পোর্টসকেনিয়া. | Kenianer bei den Olympischen Spielen. |
14 | ব্লগস্পট. কমের। | Bildquelle: sportskenya.blogspot.com |
15 | ইসিএডি ফোরাম আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে মাধ্যম এবং দূরপাল্লার দৌড় প্রতিযোগিতায় ইথিওপিয়া বনাম কেনিয়ার খেলোয়াড়দের মাঝে প্রতিদ্বন্দ্বিতার কথা, যা পুরোনো এক শত্রুতা: | Das ECAD-Forum erinnert uns an alte Rivalitäten, wie die zwischen den Äthiopiern und den Kenianern im Mittel- und Langstreckenlauf. |
16 | কেনিয়া এবং ইথিওপিয়া, অলিম্পিকে পদক পাওয়ার দৌড়ে সবসময় নিজেদের ঐতিহ্যবাহী শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। | Kenia und Äthiopien werden bei den Spielen ihre traditionelle Rolle als leistungsstärkste afrikanische Medaillenkandidaten bewahren. |
17 | | Während Südafrika wenige Chancen gegen die ostafrikanischen Sportler und Sportlerinnen hat, was den Medaillenspiegel anbetrifft, wird es vermutlich alle Kräfte anspannen, um den katastrophalen Auftritt von vor 4 Jahren in Peking wettzumachen. |
18 | বিজয় মঞ্চে পূর্ব আফ্রিকা থেকে আসা পুরুষ এবং মহিলা ক্রীড়াবিদদের সাথে দক্ষিণ আফ্রিকার ক্রীড়াবিদের তুলনীয় নয়। | 2008 gewann nur einer von 253 Athleten des Landes eine Medaille. Nigeria ist ein anderer Staat, dessen einzige Wahl ist, besser aufzutreten. |
19 | চার বছর আগে বেইজিং অলিম্পিকে দক্ষিণ আফ্রিকা অত্যন্ত বাজে ফলাফল প্রদর্শন করেছে, সে সময় দেশটির ২৫৩ জন ক্রীড়াবিদের কাছ থেকে মাত্র একটি পদক আসে। | Bei den Spielen in China trug es eine Silbermedaille und drei Bronzemedaillen davon. Diese in aller Heimlichkeit trainierenden afrikanischen Unbekannten könnten uns alle schön überraschen. |
20 | নাইজেরিয়া হচ্ছে এরকম আরেকটি রাষ্ট্র, যে দেশটিকে ২০০৮ সালের অলিম্পিক প্রতিযোগিতায় অর্জিত মাত্র একটি রৌপ্য ও তিনটি তাম্র পদকের থেকে বেশী কিছু পাওয়া জন্য নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে এবং আফ্রিকার অজানা কারো কাছ বিস্ময়কর কিছু পাওয়া যাবে, যে ক্রীড়াবিদ সবার অগোচরে অনুশীলন করছে। | Afrikaner setzten Himmel und Erde in Bewegung, um sich einen Platz bei Olympia in London zu sichern. Die südafrikanischen Herren- und Frauen-Feldhockeymannschaften sowie das angolanische Basketballteam legen einen Siegeswillen ohnegleichen an den Tag. |
21 | জুলাই ২৭ থেকে আগস্ট ১২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে স্থান করে নেওয়ার জন্য সবাই সর্বোচ্চ চেষ্টা করেছে, এই ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার পুরুষ এবং মহিলা হকি দল এবং এ্যাঙ্গোলার বাস্কেটবল দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছে। | In einigen Teilnehmerländern, beispielsweise im arabischen Staat Saudi-Arabien, bestehen offensichtlich noch Vorurteile gegenüber Rasse, Geschlecht und Religion. Letztendlich erlaubte der Staat zum ersten Mal ihren Sportlerinnen, an der Olympiade teilzunehmen. |
22 | অংশগ্রহণকারী কিছু রাষ্ট্রের ক্ষেত্রে বর্ণ, লিঙ্গ এবং সংস্কারের বিষয়টি উল্লেখনীয়, যেমন অবশেষে সৌদি আরব এই প্রথম অলিম্পিক দলে মহিলা ক্রীড়াবিদদের অর্ন্তভুক্ত করেছে: | Pierre de Coubertin, Gründer der Olympischen Spiele der Neuzeit, schrieb diese Worte vor mehr als 90 Jahren. |
23 | ব্যারন পিয়েরে দ্য কুবার্তা, যিনি আধুনিক অলিম্পিকের প্রবর্তক, তিনি ৯০ বছর আগে এই কথাগুলো লিখেছিলেন। | Jedoch beschloss Saudi-Arabien quasi am Vorabend von Olympia, ihren Sportlerinnen die erstmalige Teilnahme an den Spielen zu gestatten. |
24 | তারপরেও মাত্র এই সপ্তাহে সৌদি আরব এই প্রথম নারীদের অলিম্পিকে অংশগ্রহণের অনুমতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করল (যদিও আশা করবেন না যে কোন ক্রীড়াবিদ স্নানের পোষাক বা লিওটার্ড [আটোসাঁটো পোষাক] পড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।) ২০২০ সালের অলিম্পিক প্রতিযোগিতায় আয়োজক হবার দৌড় থেকে বিদায় নেওয়া কাতার, আবার ২০২৪ সালের অলিম্পিকের আয়োজক রাষ্ট্র হবার তালিকায় নিজেদের নাম ঘোষণা করল। | (Kaum zu erwarten aber, dass die Athletinnen und Athleten im Bade- oder Turnanzug auftreten). Katar, das es nicht in die Endauswahl für 2020 geschafft hatte, gab bekannt, dass es sich für die Olympischen Spiele 2024 erneut bewerben würde. |
25 | তবে ২০১২ সাল হচ্ছে এমন এক বছর যে বছর তাদের অলিম্পিক দলে মহিলা ক্রীড়াবিদদের অর্ন্তভুক্ত করা হয়েছে। | Dabei hat der Staat erst dieses Jahr Frauen in sein Olympiateam aufgenommen. |
26 | বিএ হলার, একটি কাহিনীর লিঙ্ক যুক্ত করেছে, যা দুই পা হারানো ক্রীড়াবিদ এবং একই সাথে প্যারা-অলিম্পিক এবং অলিম্পিকে অংশগ্রহণকারী কোন প্রথম প্রতিযোগীর কাহিনী। | Bloggerin BA Haller verlinkte in ihrem Blog die Geschichte des ersten beidseitig amputierten Athleten, der sowohl an den Olympischen als auch an den Paralympischen Spielen teilnimmt. |
27 | আর ধারণা করুন তিনি মহাদেশের নাগরিক, তিনি একজন আফ্রিকান: | Und, ob Sie es glauben oder nicht, er ist Afrikaner. |
28 | অস্কার পিস্টোরিয়াস, দুই পা হারানো প্রথম এক প্রতিযোগী, লন্ডন ২০১২ অলিম্পিকে ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য যাকে দক্ষিণ আফ্রিকা তার অলিম্পিক দলে অর্ন্তভুক্ত করেছে। | Oscar Pistorius wurde zum ersten beidseitig amputierten Läufer bei den Olympischen Spielen, nachdem ihn Südafrika für den 400-Meter-Lauf in London nominiert hatte. |
29 | ২৫ বছর বয়স্ক এই দৌড়বিদ একই সাথে ৪x৪০০মিটার রিলে দৌড়ে অংশ গ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। | Der 25-jährige wurde auch für die 4-mal-400-Meter-Staffel gewählt. |
30 | পিস্টোরিয়াস, যিনি একই সাথে প্যারা-অলিম্পিকে অংশ গ্রহণ করেছেন তিনি বলেন, “আজকের দিনটা সত্যিকার অর্থে আমার জন্য সবচেয়ে গর্বের দিন। | „Heute ist wahrlich einer der stolzesten Tage meines Lebens“, sagte Pistorius, der auch bei den Paralympischen Spielen antreten wird. „Das ist eine wirkliche Ehre. |
31 | এটা আমার জন্য প্রকৃত এক সম্মান এবং আমি একই সাথে আনন্দিত যে বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম, দৃঢ় প্রতিজ্ঞা এবং ত্যাগ এক সাথে সব কাজে এল”। | Ich bin so glücklich, dass die Jahre harter Arbeit, großer Entschlossenheit und persönlicher Opfer in diesem einen Moment zusammenkommen. “ |
32 | সবশেষে স্পোর্টসকেনিয়ার কাছ থেকে পাওয়া অলিম্পিকে কেনিয়ার ইতিহাসের খানিকটা উপভোগ করুন। | Zum Schluss ein Auszug aus der olympischen Geschichte Kenias von SportsKenya. |