# | ben | deu |
---|
1 | এমন এক আফগানিস্তানের ছবি তুলে ধরা হচ্ছে যা আপনারা কখনো দেখেননি | Afghanistan: Fotos aus einem unsichtbaren Land |
2 | দশকের পর দশক ধরা চলা যুদ্ধ এবং সন্ত্রাসবাদ - এর একটি স্থান হিসেবে পরিচিত আফগানিস্তান বিশ্বের অন্যতম এক বিপজ্জনক এক রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। | |
3 | ২০০১ সালে তালেবান শাসনের পতনের পর দেশটি উন্নতি করা সত্ত্বেও, বেশীর ভাগ প্রচার মাধ্যম আফগানিস্তান বিষয়ে অনেকটা একগুঁয়ে মনোভাবের সাথে নেতিবাচক বিষয়, যেমন বোমা বিস্ফোরণ, আত্মঘাতী হামলা এবং মৃতদের সংবাদ তুলে ধরায় মনোযোগ প্রদান করে। | |
4 | এই সমস্ত প্রচার মাধ্যম, প্রচারিত সংবাদে আতঙ্ক ছড়ানো ছবি প্রদর্শন করে, যার ফলে অনেক নাগরিক যুদ্ধে ক্ষতবিক্ষত কিন্তু সুন্দর এই দেশটিতে আর কখনোই বেড়াতে আসার ইচ্ছে পোষণ করে না। | |
5 | আর এ কারণে ব্রিটেনের এক ফ্রিল্যান্স সাংবাদিক এবং ফটোগ্রাফার এ্যান্টোনি লাভলেস-এর কাজ অনেক বেশী আলাদা। | |
6 | মার্চ ২০১২ থেকে লাভলেস টুইটারে তার আফগানিস্তান ভ্রমণের ছবি পোস্ট করে আসছে। | Jahrzehnte des Kriegs und Terrorismus haben Afghanistan zu einem der gefährlichsten Länder gemacht. |
7 | আর এর জন্য তিনি #দিআফগানইউনেভারসি নামক হ্যাশট্যাগ তৈরী করেছেন। এই হ্যাশট্যাগের বিষয়ে গ্লোবাল ভয়েসেস-এর সাথে কথা বলার সময় লাভলেস বলেন: | Trotz der Fortschritte, die das Land seit der Entmachtung der Taliban 2001 gemacht hat, beschränken die meisten Medien ihren Blick stur auf negative Nachrichten wie Bombenanschläge, Selbstmordattenate und Todesopfer. |
8 | সাম্প্রতিক বছরগুলোতে তিনবার আফগানিস্তান যাত্রার সময় তোলা ২,০০০ ছবির একটি পোর্টফোলিও আমি তৈরী করেছি এবং সেগুলোর চিহ্ন রেখেছি, আমি বরঞ্চ আকারে বড় একটি জটিল হ্যাশট্যাগ তৈরী করেছি [#দিআফগানইউনেভারসি]। | |
9 | লেকের পাড়ের মেয়েটি। ক্ষমাহীন মধ্য দুপুরে তপ্ত সূর্যের নীচে একটু শীতল শান্তির জন্য লেকে অবগাহন। | Sie zeigen grauenhafte Bilder, bei deren Anblick den meisten Menschen die Lust auf einen Besuch dieses kriegsgebeutelten und doch so wunderschönen Landes vergeht. |
10 | ছবি এ্যান্টোনি লাভলেসের। অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে। | Gerade deshalb ist die Arbeit des freiberuflichen britischen Journalisten und Fotografen Antony Loveless [en] ungemein wichtig. |
11 | সবুজ আফগান ভূমি, হেলমন্দ নদী তীরবর্তী উর্বর, আবাদ করা এক অঞ্চল। ছবি এ্যান্টোনি লাভলেসের। | Seit März 2012 veröffentlicht Loveless auf Twitter unter dem von ihm geprägten Hashtag #TheAfghanistanYouNeverSee [en] Fotos von seinen Afghanistan-Reisen. |
12 | অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে। | In einem Gespräch mit Global Voices erklärt Loveless den Hashtag: |
13 | দক্ষিণ আফগানিস্তানের কাজাকি হ্রদের বিস্ময়কর সৌন্দর্য্য, চিনুকের রাজকীয় বিমান বাহিনীর বিমান থেকে দেখা। | Von drei Reisen nach Afghanistan in den letzten Jahren habe ich gut 2 000 Bilder veröffentlicht. |
14 | ছবি এ্যান্টোনি লাভলেসের। অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে। | Mit dem etwas unhandlichen Hashtag #TheAfghanistanYouNeverSee behalte ich den Überblick. |
15 | রাজকীয় বিমান বাহিনীর (আরএএফ) সার্জেন্ট এ্যালেক্স ফোর্ড লাভলেসের হ্যাশট্যাগটিকে গ্রহণ করেছে, যে কিনা আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে ছয় মাস কাটিয়েছে। | |
16 | এই হ্যাশট্যাগ সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি প্রদান করতে গিয়ে ওয়্যারফেয়ার ম্যাগাজিন নামক পত্রিকায় ফোর্ড লিখেছে: | |
17 | আমরা প্রায় ১১ বছর আফগানিস্তানে যুক্ত আছি, এবং এখানে দেশটিকে এক রণাঙ্গন-এর চেহারায় দেখা অতি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। | Alex Ford, der 2011 als Sergeant der Royal Air Force sechs Monate in der afghanischen Provinz Helmand stationiert war, übernahm Loveless' Hashtag. |
18 | কিন্তু সাধারণত ওই সমস্ত ছবি সেখানকার সংঘর্ষের আরো খারাপ এক চেহারা তুলে ধরার প্রবণতা সৃষ্টি করে। | |
19 | অট্টন বসসাত অথবা ব্রিজ নর্টন-এর মাধ্যমে আসা পতাকা ঢাকা কফিনের ছবি…, একটি হাসিমুখের সৈনিক-এর ছবি, কিন্তু এই ছবির নীচে একটি তারিখ প্রদান করা থাকে, যে তারিখে এই সৈনিকটি মৃত্যু বরণ করেছে। | |
20 | বেদনাদায়ক ভাবে বেশীর ভাগ ব্রিটিশ নাগরিক, যারা এই সমস্ত যুবাদের সমর্থন করে এবং যাদের এ মাটির প্রিয়তমা ভাবে, সেই সমস্ত নাগরিকদের সেখানে চলা যুদ্ধের প্রকৃত বাস্তবতা সম্বন্ধে কোন ধারণা নেই; আফগানিস্তানের আসল ঘটনা সম্বন্ধে। | |
21 | স্থানীয় শিশুরা পারাসদের (প্যারাসুট ট্রুপার) সাথে আলাপের জন্য প্রস্তুত, যারা হেলিকপ্টার অবতরণ এলাকা ত্যাগ করছে। | |
22 | ছবি এ্যালেক্স ফোর্ড-এর। অনুমতিক্রমে প্রকাশিত। | Im Warfare Magazine beschreibt Ford, warum ihm der Hashtag wichtig ist: |
23 | একটি শ্রেনী কক্ষে ইউনেসেফ-এর প্রদান করা বই এবং পেন্সিল হাতে শিশুরা। ছবি এ্যালেক্স ফোর্ড-এর। | Wir sind jetzt seit fast elf Jahren in Afghanistan und die Menschen zuhause haben sich an die Bilder vom Krieg gewöhnt. |
24 | অনুমতিক্রমে প্রকাশিত। | |
25 | যারা আফগানিস্তান ভ্রমণের ছবি সবাইকে প্রদর্শন করতে চান তাদের জন্য এই হ্যাশট্যাগ সেই সমস্ত ছবি যুক্ত করার একটি জনপ্রিয় ক্ষেত্রে পরিণত হয়েছে, যা কিনা প্রচলিত প্রচার মাধ্যমে খুব কমই দৃশ্যমান হয়। | |
26 | দৃশ্যত আফগান কিশোর ক্যামেরার সামনে। ছবি স্টিভ ব্লাকের। | Diese Bilder zeigen jedoch meist nur die negative Seite des Konflikts. |
27 | অনুমতিক্রমে প্রকাশিত। সম্প্রতি, আফগানিস্তানের এক ভিন্ন চেহারা তুলে ধরার জন্য আফগানিস্তানের ফটোগ্রাফার ইকবাল আহামাদ অরুজগানিও এই হ্যাশট্যাগের অধীনে ছবি পোস্ট করতে শুরু করেছে। | Bilder von flaggengeschmückten Särgen im Städtchen Wootton Bassett oder auf dem Luftwaffenstützpunkt Brize Norton, das Foto eines lächelnden Soldaten, unter dem sein Todestag steht. |
28 | মধ্য আফগানিস্তানের দাইকুন্দিতে এক সাথে দশ জন বরবধুর এক গণ বিয়ে। | |
29 | এক সাথে অনেকগুলো বিয়ের আয়োজন এই দেশটিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এর ফলে প্রতিটি পরিবারের বিয়ের খরচ কমে আসে। ছবি ইকবাল আহমাদ অরুজাগানির, অনুমতিক্রমে প্রকাশিত। | Leider weiß die Mehrheit der Briten, die hinter den Kameraden und Kameradinnen im Einsatz steht, kaum etwas über den Alltag dieses Krieges, den Alltag von Afghanistan. |
30 | আফগান কিশোরীরা একটি বন্ধ দোকানের সামনে বই পড়ছে। ছবি ইকবাল আহমাদ অরুজগানির, অনুমতিক্রমে প্রকাশিত। | Mittlerweile nutzen auch viele andere Afghanistanreisende den Hashtag, um Fotos zu zeigen, die man außerhalb des Landes in den traditionellen Medien kaum zu sehen bekommt. |
31 | মাইদান অয়ারদাক প্রদেশের বেশুদ জেলার একটি শীতকালের দৃশ্য। ছবি ইকবাল আহমাদ অরুজগানির, অনুমতিক্রমে প্রকাশিত। | Auch der afghanische Fotograf Iqbal Ahmad Oruzgani veröffentlicht seit einiger Zeit Fotos unter diesem Hashtag, um einen anderen Blick auf seine Heimat zu eröffnen. |
32 | এমনকি এই হ্যাশট্যাগের অধীনে প্রদর্শন করা ছবি, শত শত টুইটার ব্যবহারকারী পুনরায় টুইট করেছে, যার মাধ্যমে ফটোগ্রাফাররা অনেক দর্শক লাভ করেছে। | Alle unter dem Hashtag veröffentlichten Fotos erhalten mehrere hundert Retweets, so dass die Fotografen ein breites Publikum erreichen. |
33 | গ্লোবাল ভয়েসেস এর সাথে কথা বলার সময় লাভলেস বলেন: | Im Gespräch mit Global Voices freut sich Antony Loveless über diese Entwicklung: |
34 | অজস্র টুইট বলছে যে এটা টুইটার যে কোন সময়ের একটি হ্যাশট্যাগের এক সেরা ব্যবহার,আর আমি বর্তমানে এই হ্যাশট্যাগের বিষয়ের ভিত্তিতে একটি বই তৈরীর আলোচনা শুরু করছি, যখন অজস্র নাগরিক তা কেনার আগ্রহ দেখিয়েছে। | Zahlreiche Twitterer haben mir gesagt, dies sei der beste Twitter-Hashtag aller Zeiten. Derzeit verhandle ich über ein Buch auf der Grundlage dieses Hashtags, nachdem zahlreiche Menschen Kaufinteresse gezeigt haben. |