Sentence alignment for gv-ben-20110815-19368.xml (html) - gv-deu-20110815-3421.xml (html)

#bendeu
1আরব বিশ্ব: সামাজিক প্রচার মাধ্যমের চোখে দেখছে “জ্বলন্ত” লন্ডনArabische Welt: London „brennt“ in den sozialen Medien
2গত তিনদিন আগে উত্তর লন্ডনের টোটেনহ্যামে পুলিশ কর্তৃক ২৯-বছর বয়সী মার্ক ডুগানের মৃত্যুর ঘটনায় যুক্তরাজ্য জুড়ে শুরু হওয়া দাঙ্গার ঘটনায় আরব টুইটার ব্যবহারকারীগণ টুইটারে তাঁদের অভিমত ব্যক্ত করেছেন।Arabische Twitter-User tauschen ihre Meinung über die andauernden Unruhen in Großbritannien aus. Diese begannen vor drei Tagen, nachdem der 29 Jahre alte Mark Duggan durch die Polizei in Tottenham im Norden Londons umkam.
3দাঙ্গাকারীদের কার্যকলাপ ও তাদের ধ্বংস উন্মত্ততা দেখে অনেকে চিন্তিত।Viele der Twitter-Nutzer missbilligen das Handeln der Randalierer und ihre Zerstörungswut, die sich auf verschiedene Teile des Landes ausgebreitet hat.
4তাঁরা মনে করেন আরব বিশ্বজুড়ে চলমান বিপ্লব ও বিক্ষোভের সাথে যুক্তরাজ্যের ঘটনার কোন তুলনা চলে না।Es gebe keinerlei Verbindung zwischen dem, was in London passiert, und den andauernden Revolutionen und Protesten in der arabischen Welt.
5লন্ডনের হ্যাকনিতে গাড়িতে আগুন।In Hackney, London, geht ein Auto in Flammen auf.
6ছবি- জুলিও এটচার্ট © স্বত্ব ডেমোটিক্স (০৮/০৮/১১)Foto von Julio Etchart © Copyright Demotix (08/08/11)
7অবনতিশীল পরিস্থিতির বিষয়ে অন্যরা শ্রেফ দুঃখিত এবং মূলধারার প্রচার মাধ্যমগুলো বিশ্বকে যা অবহিত করছে তার সাথে প্রতিযোগিতায় লিপ্ত সামাজিক প্রচার মাধ্যমগুলোতে আসা ঘটনাগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকছে।Andere sind angesichts der sich verschlechternden Lage betrübt und halten sich mit Hilfe der sozialen Medien auf dem Laufenden. Diese stehen wieder einmal im Wettbewerb zu den Massenmedien, wenn es um die Information der Weltöffentlichkeit geht.
8আরব বিপ্লব লিপিবদ্ধ করার ক্ষেত্রে সামাজিক প্রচার মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, স্বাধীনতা ও মুক্তির দাবিতে তিউনিসিয়া থেকে ছড়িয়ে পড়া স্ফুলিঙ্গ এ অঞ্চলের মিসর, লিবিয়া, ইয়েমেন বাহরাইন, সিরিয়া, জর্ডান ও মরক্কোতে বিপ্লব ও বিক্ষোভের ইন্ধন যুগিয়েছে।Die sozialen Medien spielten eine entscheidende Rolle bei der Dokumentation der arabischen Revolutionen, die in Tunesien begann und den Ruf nach Freiheit und Demokratie in der ganzen Region verbreitete und die Revolutionen und Proteste über Ägypten, Libyen, den Jemen, Bahrain, Syrien, bis nach Jordanien und Marokko trug.
9যুক্তরাজ্যে ভ্রমণের বিষয়ে সতর্কীকরণ বার্তা জারী করা দেশগুলোর বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের মিশাল আল গারগাওয়ী টুইট করেন:Vor dem Hintergrund, dass weltweit Reisewarnungen für das Vereinigte Königreich ausgesprochen werden, twittert Mishaal Al Gergawi aus den Vereinigten Arabischen Emiraten:
10@আলারগাওয়ীi: লন্ডনবাসীরা নিশ্চয়ই জেনে আতংকিত হবেন যে, যুক্তরাজ্যে ভ্রমণের বিষয়ে নির্দেশনা জারী করেছে এতদিন ধরে যুক্তরাজ্য ঐ দেশগুলোতে ভ্রমণের বিষয়ে একই ধরণের নির্দেশনা জারী করতো।@algergawi: Muss für Londoner komisch sein, Reisewarnungen aus anderen Ländern für England zu lesen; ist normalerweise anders herum.
11মরক্কোর হিশাম আলমিরাত এর চিন্তার বিষয় হল এই যে এ অঞ্চল জুড়ে চলমান বিপ্লবের মত-লণ্ডনের দাঙ্গা প্রকৃত বিষয়গুলোকে আড়াল করছে :Der Marokkaner Hisham Almiraat hat größere Sorgen und sagt, dass die Unruhen in London eine Ablenkung von den wirklich wichtigen Themen seien - z. B. die andauernden Revolutionen in der Region:
12@হিশাম_জি: # লন্ডন দাঙ্গা মামুলী, কারন এটা #সিরিয়া #লিবিয়া #ইয়েমেন-এর মত নয়। এটা বাস্তব অবস্থা থেকে প্রচার মাধ্যমের মনোযোগ অন্যত্র সরিয়ে নিচ্ছে:@Hisham_G: Die Londoner Plünderer sind allein schon dadurch verabscheuungswürdig, weil sie die mediale Aufmerksamkeit von dort weglenken, wo sie wirklich wichtig wäre: #Syrien #Libyen #Yemen
13বাহরাইনি মুনা ফাখরু আমাদেরকে ছেলেবেলার ছড়া ও বুদ্ধিদীপ্ত মন্তব্যকে মনে করিয়ে দেন:Muna Fakhroo aus Bahrein zitiert Kinderlieder und witzelt:
14@মুনাফাখরু: #সেই অপ্রীতিকর সময়ে যখন আপনি গাড়িতে প্রবেশ করলেন তখন নার্সারির ছড়া সিডিতে বেজে উঠলো “লন্ডন জ্বলছে”!!@MunaFakhroo: Es ist schon ein eigenartiger Moment, wenn man ins Auto steigt und von der Kinderlieder-CD zu hören ist: „london is burning“!!
15সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে হুদা সারহান বলেন:Huda Serhan aus Dubai ist entsetzt:
16@হুদজ: আমার মাথায় ঢুকে না কি করে জনতা তাঁদের নিজেদের সুন্দর শহরটাকে ধ্বংস করে #লন্ডনদাঙ্গা@Hudz: Wie Menschen ihre eigene schöne Stadt mutwillig zerstören können, ist mir schleierhaft.
17সৌদী খালেদ বলেন:#londonriots
18@খালেদ:আমি লক্ষ্য করেছি যে ইউটিউব কিছু #লন্ডন # লন্ডনদাঙ্গা-এর ভিডিওগুলো তাঁদের সেবা শর্তের পরিপন্থি হওয়ায় মুছে দিয়েছে, কিছু কিছু একাউন্ট স্থগিতও করা হয়েছে।Khaled aus Saudi Arabien fügt hinzu: @khaled: Mir ist aufgefallen, dass YouTube einige #London #londonriots Videos aufgrund von Nutzungsbedingungen entfernt hat und sogar ganze Profile gelöscht wurden.
19#সেন্সরশীপ?Zensur?
20সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ইয়াদ এল-বাগদাদী কিছু প্রশ্ন করেন:Iyad El-Baghdadi, der in den Vereinigten Arabischen Emiraten wohnt, wirft die Frage auf:
21@ইয়াদ _এলবাগদাদী:কেউ কি ফ্রান্স ২০০৫ সালের দাঙ্গার সাথে তুলনা করবেন?@iyad_elbaghdadi: Macht es Sinn einen Vergleich mit den Unruhen in Frankreich 2005 zu ziehen?
22ভালো অথবা খারাপ তুলনা? # লন্ডনদাঙ্গাZutreffender oder schlechter Vergleich?
23@ইয়াদ _এলবাগদাদী: ১৯৮০ সালের দাঙ্গা ও এবারের দাঙ্গা নিয়ে কেউ কি তুলনামূলক একটা পোস্ট দিবেন?@iyad_elbaghdadi: Hat schon jemand einen Vergleich mit jenen Unruhen & denen von 1980 gezogen?
24যাদেরকেই আমি জিজ্ঞাসা করেছি তারা বলেছে এবারেরটা চরম খারাপ। # লন্ডনদাঙ্গাJeder, den ich Frage, meint, dass die jetzigen schlimmer seien.
25দুবাইয়ের মারা মোস্তাফা আশা করেন, যুক্তরাজ্যে তাঁর পরিবার ও বন্ধুরা ভাল আছেন:Mara Mostafe, ebenfalls aus Dubai, hofft, dass Familie und Freunden nichts zugestoßen ist:
26@মারাডিএক্সবি: দোয়া করি যুক্তরাজ্যে আমার পরিবার ও বন্ধুরা যেন ভাল থাকে # লন্ডনদাঙ্গা@MaraDXB: Ich bete dafür, dass es meiner Familie und meinen Freunden gut geht.
27দুবাই নিবাসী মুহাম্মেদ আলি জে একই ধরণের অনুভূতি ব্যক্ত করেন:Und Muhammed Ali J, auch aus Dubai, empfindet Ähnliches:
28@মালিজোএমজি: আমি চাই #লণ্ডন দাঙ্গার বিষয়ে সবাই ক্রোধে ফেটে পড়ুক, সত্যি বলতে কি, আমি আমার পরিবার এবং নিরীহদের বিষয়ে চিন্তিত।@MaliZomg: I will auf diese Londoner Randalierer einfach nur wütend sein, aber offen gesagt mache ich mir nur Sorgen um die Sicherheit meiner Familie und die der Unschuldigen.
29আল্লাহ তাদের রক্ষা করুন।Allah beschütze sie.
30আবু ধাবির মুন্তাজিবের রয়েছে অন্য চিন্তা:Währenddessen beschäftigt sich Muntajib aus Dubai mit anderem:
31@: #মুন্তাজিব: #লন্ডনদাঙ্গায়!! # আরব সুপারকার গুলোর কি হবে সে নিয়ে আমি চিন্তিত@Muntajib: Ich frage mich, was mit den arabischen „Superautos“ während der Austände wird!!
32মুন্তাজিবের এ উদ্বেগ ঠিক আছে কারন প্রতি গ্রীষ্মেই ধনী ও ক্ষমতাধর আরবেরা তাঁদের দামী সুপার কার এর প্রদর্শনীর জন্য লন্ডনে যায়।Muntajibs Sorge trifft insofern zu, als dass reiche und mächtige Araber jeden Sommer ihre teuren Autos nach London verschiffen, um sie dort zur Schau zu stellen.
33সংযুক্ত আরব আমিরাতের মোহামেদ আলাব্দুলকরিম একটা কৌতুক তুলে ধরেন:Mohamed Alabdulkarim aus den Arabischen Emiraten scherzt:
34@মোহামেদ_এনএ: এখন হাসি-তামাশার সময় নয় যখন এ অপ্রীতিকর মুহূর্তে রাণী এলিজাবেথ সৌদির দিকে দৌড়াচ্ছেন!@mohamed_NA: Es ist zwar nicht die Zeit zu scherzen, aber wie komisch wäre es, wenn Queen Elizabeth nach Saudi Arabien flüchten müsste!
35তিউনিসীয় স্বৈর শাসক জিনে আল আবিদীন ক্ষমতাচ্যুত হওয়ার পর সৌদী আরবে আশ্রয় নেন এবং ইয়েমেনি রাষ্ট্রপতি আলি আব্দুল্লাহ সালেহ সেখানে আছেন।Saudi Arabien bot dem tunesischen Diktator Zeine Al Abideen Ben Ali einen Zufluchtsort, nachdem dieser seines Amts enthoben worden war; auch der jemenitische Präsident Ali Abdulla Saleh wird dort behandelt.
36মিসরীয় শেরিফ ঘানেম টুইট করেন:Der Ägypter Sherif Ghanem twittert:
37@শেরিফঘানেম: মিসরীয় নিরাপত্তা বাহিনী # লন্ডনদাঙ্গা থেকে সহজেই শিক্ষা নিতে পারেন বিটিডব্লিউ #জাস্টসেইং@sherifghanem: Die ägyptischen Sicherheitskräfte hätten die Londoner Unruhen mit Leichtigkeit unter Kontrolle gebracht - wollte ich an dieser Stelle nur mal bemerken #justsaying