# | ben | deu |
---|
1 | প্রস্তাবনা আহ্বান – ইআইএফএল পাবলিক লাইব্রেরী উদ্ভাবনী অনুদান | Ausschreibung: EIFL-Innovationsstipendium für öffentliche Bibliotheken |
2 | ইআইএফএলের পাবলিক লাইব্রেরীর উদ্ভাবন কার্যক্রম (ইআইএফএল - পিএলআইপি) অনুমোদনে উন্নয়নশীল অথবা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাওয়া অর্থনীতির দেশগুলোর পাবলিক এবং কমিউনিটি লাইব্রেরীগুলোকে আবেদন করতে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈধ প্রকল্পগুলো নূতন নূতন সেবা আরম্ভ করবে। | Öffentliche und Gemeindebibliotheken in Entwicklungs- oder Schwellenländern sind eingeladen sich für das EIFL's Public Library Innovation Programme (EIFL-PLIP)[en] (EIFL-Innovationsstipendium für öffentliche Bibliotheken) zu bewerben. |
3 | এই সেবাগুলো সৃষ্টিশীল কাজে আইসিটির ব্যবহার করবে। নিজ নিজ গোষ্ঠীতে শিশু এবং তরুণদের তাদের প্রয়োজনকে উদ্দেশ্য করে এই সেবাগুলো তৈরি করা হবে। | Förderungswürdige Projekte werden neue Dienste entwickeln, die Informations- und Kommunikationstechnik in innovativer Weise nutzen, um die Bedürfnisse der Kinder und Jugendlichen in ihren Gemeinschaften anzusprechen. |
4 | আবেদনকারীরা ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্যমানের প্রকল্প জমা দিতে পারবেন। | Bewerber können Vorschläge in Höhe von bis zu 20.000 US-Dollar einreichen. |
5 | প্রকল্পটিতে যা যা থাকতে হবেঃ | Die Projekte sollten: |
6 | আরো তথ্যের জন্য অনুগ্রহ করে ইআইএফএল সাইটটিতে প্রবেশ করুন। উপযুক্ত খরচ, নির্বাচনের বিভিন্ন মানদণ্ড, সময়সূচী, সফল আবেদনকারীদের জন্য বিভিন্ন পরামর্শ এবং অন্যান্য আরো অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। | Für weitere Information, besuchen Sie bitte die EIFL-Seite[en] um mehr über berechtigte Ausgaben, Auswahlkriterien, den Zeitplan, Tipps für eine erfolgreiche Teilnahme und weiteres zu erfahren. |
7 | আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারী, ২০১৪। | Der Einsendeschluss für Bewerber ist der 31. Januar 2014. |