# | ben | deu |
---|
1 | মালয়েশিয়া: পুলিশ ব্লগারকে গ্রেফতার করেছে | Malaysia: Blogger verhaftet |
2 | বেশ কয়েকজন মালয়শিয়ান ব্লগার খবর দিচ্ছেন যে জেলাস ডট ইনফো ব্লগের ব্লগার ন্যাট (ন্যাথানিয়াল) ট্যান আজ (১৩ই জুলাই) মালয়েশিয়ান পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছেন। | Mehrere malaysische Blogger berichten, dass Nat (Nathaniel) Tal von jelas.info gestern (13. Juli) inhaftiert wurde. |
3 | কেটিইমোক লিখছেন: | KTEmoc schreibt: |
4 | পুলিশ ন্যাথানিয়াল ট্যানকে প্রশ্ন করার জন্যে নিয়ে গেছে কোন কারন দর্শানো ছাড়াই। | Die Polizei nahm Nathaniel Tan von der PKR ohne Angabe von Gründen zu Befragungen. |
5 | তারা তার অফিসে বিকেল ৪. ৪৫ মিনিটে আসে এবং ট্যানকে বলে তাদের সাথে বুকিত আমান পুলিশ হেডকোয়ার্টারে যেতে বলে। | Um 16.45 Uhr kamen sie in sein Büro und forderten ihn auf in die Polizeizentrale von Bukit Aman zu folgen. |
6 | পুলিশ তাকে আরও বলে যে তার ল্যাপটপ কম্পিউটারটি সাথে নিয়ে আসতে। | Außerdem sollte er sein Notebook mitbringen. |
7 | এটি ধারনা করা হচ্ছে যে তাকে প্রশ্ন করা হচ্ছে তার ইন্টারনেটে পোস্ট করা কিছু বিষয় নিয়ে। | Es wird vermutet, dass die Befragung mit bestimmten Internetveröffentlichungen in Zusammenhang stehen. |
8 | ন্যাথানিয়াল ‘পার্টি কেয়াদিলান রাকিয়াত‘ বা পি কে আর নামে রাজনৈতিক দলের কর্মী। | Nathaniel arbeitet für die Partei „Parti Keadilan Rakyat“ (PKR). |
9 | তিয়ান চুয়া, পি কে আর দলের প্রচার প্রধান ন্যাথানিয়াল ট্যান সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জানাচ্ছেন। | Tian Chuan, Pressesprecher der PKR bietet Hintergrundinformationen zu Nathaniel Tan. |
10 | ন্যাথানিয়াল হচ্ছে ২৭ বছর বয়সী একজন হার্ভার্ড গ্রাজুয়েট। | Nathaniel (27) ist Harvard-Absolvent. |
11 | গত বছর থেকে আমার সাথে তার পরিচয় এবং আমরা ভাল বন্ধুতে পরিনত হই। | Wir lernten uns letztes Jahr kennen und wurden gute Freunde. |
12 | এই বছরের প্রথম দিকে আমি তাকে কেয়াদিলানের তথ্য ব্যুরোতে কাজ করার জন্যে নিয়োগ করি। | Vor einigen Monaten konnte ich ihn für die Arbeit im „KeADILan's Information Bureau“ gewinnen. |
13 | ছবি মবস ক্রিবের সৌজন্যে | Bild von Mob's Crib |
14 | পুলিশ প্রথমে ন্যাথানিয়ালকে গ্রেফতারের কথা অস্বীকার করে কিন্তু পরে রাত্রে তারা তা স্বীকার করে। | Zunächst stritt die Polizei die Inhaftierung von Nathaniel ab, gab sie aber im Laufe der Nacht zu. |
15 | মালয়েশিয়ান ব্লগাররা এই ব্যাপারটিকে রহস্যজনক মনে করছে। | Malaysische Blogger finden die Aktion rätselhaft. |
16 | ম্যাভেরিক এস এম মবস ক্রিবের একটি পোস্টে মন্তব্য করার সময় মন্তব্য করছে: | Maverick SM schreibt in einem Kommentar bei Mob's Crib: |
17 | মালয়েশিয়ার গণতন্ত্রের জন্য এটি একটি কাল দিন। | Dies ist wirklich ein trauriger Tag für die Demokratie in Malaysia. |
18 | ন্যাট নাশকতামুলক কোন কাজ করেনি বা দেশের নিরাপত্তা বিঘ্নিত করেনি। | Nat war nie staatsfeindlich oder hätte in irgendeiner Weise die innere Sicherheit bedroht. |
19 | কর্তৃপক্ষ কিভাবে এত ভুল তথ্য নিয়ে কাজ করতে পারে? | Wie konnten die Behörden so falsch informiert sein? |
20 | গণতন্ত্র মরে গেছে। | Die Demokratie ist tot! |
21 | গ্রেফতারকৃত ব্লগারের সহকর্মী জন বলছে যে সরকার ন্যাথানিয়েলকে নিয়ে একটি উদাহরন তৈরি করতে চাচ্ছে তাদেরকে শাষানোর জন্যে যারা ভিন্ন কিছু করার সাহস দেখাচ্ছে। | John, ein Kollege von Nathaniel, glaubt dass das Establishment ein Exempel statuieren möchte, „für die, die es wagen etwas zu verändern“. |
22 | অবশ্য কেউ কেউ অনুমান করছে যে ন্যাথানিয়েলের গত সপ্তাহের একটি পোস্ট (সহকারী স্বরাস্ট্রমন্ত্রী এবং পুলিশের ইনস্পেক্টর জেনারেলের একটি বাদানুবাদ নিয়ে) হয়ত এই গ্রেফতার ঘটনার পেছনে রয়েছে। | Es gibt Spekulationen, dass ein Post vom Anfang der Woche (über den andauernden Konflikt zwischen dem stellvertretenden Minister für innere Sicherheit und dem Generalinspektor der Polizei) für die Verhaftung ausschlaggebend war. |
23 | সাম্প্রতিক খবর: এটি মনে হচ্ছে যে পুলিশ উপরের ঘটনা নিয়ে ন্যাথানিয়েলের পোস্টটিতে করা একটি কমেন্ট সম্পর্কে তথ্য জানতে চাচ্ছে। | UPDATE: Es scheint. als wolle die Polizei Informationen über einen Kommentar zu einen von Nathaniels Posts. |
24 | ৪৮৯৬ ব্লগ এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছে। | 4896 hat neue Informationen auf seinem Blog. |
25 | ন্যাথানিয়েলের ছোট বোন চেরিল লেটেস্ট ঘটনাগুলো তার ব্লগের মাধ্যমে জানাচ্ছেন। | Nathaniels kleine Schwester Cherly protokolliert die Entwicklungen auf ihrem eigenen Blog. |
26 | ন্যাথানিয়েলকে নিয়ে লেখা ব্লগগুলোর লিন্ক: | Blogger die über den Fall sprechen: |
27 | এলিজাবেথ ওঙ দ্যা সেন্সিন্ট্রোভার্ট রিডিউসড এন্ড রিসাইকেল্ড লুসিয়া লাই রকি'স ব্রু এস. কে. | Elizabeth Wong The Sensintrovert Reduced and Recycled Lucia Lai Rocky's Bru S.K.Thew Susan Loone Jeff Ooi Politics 101 Malaysia Bullets of Quills and Ink |
28 | থিউ সুসান লুন জেফ উই পলিটিক্স ১০১ মালয়েশিয়া বুলেটস অফ কুইলস এন্ড ইন্কস | Geschrieben von Preetam Rai |