# | ben | deu |
---|
1 | ‘গিরগিটি কোথায়?’ | “Wo steckt der Lizard?” |
2 | ক্যারিবীয়রা কেন তাদের প্রতি মুদ্ধ | Warum Karibier von ihnen fasziniert sind |
3 | অন্যান্য সংস্কৃতিতে এই ছোট ছোট প্রাণীগুলোর ভিন্ন ভিন্ন মানে আছে। | Diese putzigen kleinen Geschöpfe haben in fremden Kulturen eine völlig andere Bedeutung als bei uns. |
4 | প্রাচীন রোমীয়রা গিরগিটিকে মৃত্যু এবং পুনরুত্থানের প্রতীক হিসেবে বিশ্বাস করতো, কারণ এগুলো শীতের সময় ঘুমাতো এবং বসন্তের সময় পুনর্জাগরিত হতো। | Die alten Römer glaubten, dass der Lizard Tod und Auferstehung symbolisiert, weil er während des Winters in einen tiefen Schlaf fällt und im Frühling wieder auflebt. |
5 | গ্রীক এবং মিশরীয়দের কাছে গিরগিটি স্বর্গীয় বিজ্ঞতা ও সৌভাগ্যের প্রতিনিধিত্ব করতো। | Für Griechen und Ägypter ist der Lizard ein Sinnbild der göttlichen Weisheit und des Glücks. |
6 | ক্যারিবীয় অঞ্চলেও গিরগিটির একটি বিশেষ গুরুত্ব আছে। | In der Karibik hat es mit den Lizarden eine ganz eigene Bewandtnis. |
7 | স্থানীয় লোককাহিনী এবং ঠাকুরমার কাহিনীতে গিরিগিটি কতো রকমভাবে স্থান পেয়েছে তা জ্যামাইকীয় ব্লগার নাদিন টমলিনসন পরীক্ষা করে দেখেন: | Die jamaikanische Bloggerin Nadine Tomlinson untersucht, welche besonderen und vielfältigen Rollen die Lizarden im regionalen Volkstum und in den Erzählungen alter Frauen spielen: |
8 | জামাইকাতে প্রচীন লোকেরা বলে, ‘কোন গিরগিটি যদি একজন নারীর উপর লাফিয়ে ওঠে, তবে তার মানে সে গর্ভবতী, বা শীর্ঘই গর্ভবতী হবে। […] | In Jamaika sagen die alten Leute: “Wenn ein Lizard eine Frau anspringt, ist sie guter Hoffnung oder wird es sehr bald sein” […] |
9 | প্রাচীন লোকেরা বলে, ‘আপনি যদি টিকটিকির বিষয়ে স্বপ্ন দেখেন তার মানে হবে আপনার একজন শত্রু আছে।' | |
10 | ‘সারা আফ্রিকা মহাদেশে গিরিগিটি লোক সাংস্কৃতির একটি বিষয়বস্তু হিসেবে বারংবার উঠে এসেছে' উল্লেখ করে তিনি মনে করেন যে এই অঞ্চলের আফ্রিকীয় ঐতিয্যের সাথে গিরিগিটি নিয়ে মোহ-এর মধ্যে অনেক মিল আছে। | Sie vergleicht die Faszination der Lizarde mit dem afrikanischen Erbe und dem Kulturgut unserer Region und bemerkt, dass “auf dem ganzen afrikanischen Kontinent der Lizard immer und immer wieder als ein Motiv der Volkskultur zurückkehrt”. |
11 | পশ্চিম আফ্রিকায় দরজার উপর গিরগিটির অবয়ব খোদাই করার বিষয় উল্লেখ করে বলেন যে কোন কোন গোত্রের কাছে এটি গৃহস্থের শান্তির প্রতিনিধিত্ব করে; ক্যামেরুনে এটি পুরুষত্বের প্রতিনিধিত্ব করে। | Sie zitiert den westafrikanischen Brauch, Holztüren mit kunstvoll geschnitzten Abbildern von Lizarden zu schmücken. In manchen Volksstämmen sollen diese Symbole für häuslichen Frieden sorgen, in Kamerun bedeuten sie Fruchtbarkeit. |
12 | মজার ব্যাপার হলো ত্রিনিদাদ ও টোবেগো'র সবচেয়ে প্রিয় ক্যালিপ্সোকার দ্যা মাইটি স্প্যারো ‘দ্যা লিজার্ড' (গিরগিটি) নামের একটি জনপ্রিয় গান গেয়েছে যটিতে খুব একটি রসাত্মকভাবে যৌনতা বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে: | Interessanterweise hat der Calypso King of the World aus Trinidad und Tobago, nämlich Mighty Sparrow, den Song “De Lizard” sehr populär gemacht. Das Stück spielt humorvoll auf Aspekte der Erotik an: |
13 | গিরগিটি নিয়ে গ্লাসে খেলছে শ্রেণীকক্ষে রুথের কাছ থেকে ছুটে যায় গিরগিটি শিক্ষিকার পায়ের কাছে! | Spielt in der Schule mit dem Lizard, die Coole Der Lizard entgleitet oh schade, hin zur Lehrerin, zu ihrer Wade! |
14 | হে প্রভু, শিশুরা ভীত হুমম…ভাবছে কী হবে কিন্তু শিক্ষিকা হাসছে ‘খী খী খী', দেখছে সবাইকে, | Oh Gott, das Kind erschaudert hmmm … neugierig was geschieht, Aber das Fräulein fängt nur an zu kichern, belustigt in die Klasse blitzend. |
15 | গিরগিটি শিক্ষিকার পা বেয়ে উঠে অদৃশ্য হয়ে গেল… সবাই এখনো খুঁজছে সর্বত্র। আমার গিরগিটি কোথায় শিক্ষিকা মিল্ড্রেড? | Der Lizard schnellte ihre Schenkel hoch und war entrückt… Jeder suchte ihn wie verrückt Wo steckt de Lizard, Fräulein Mildred? |
16 | তার জামার নীচে, বিশ্রাম করছে। | Unter ihrem Kleid, macht sich lang. |
17 | যেভাবে সে প্রফুল্ল ও সুখী, আমি হলফ করতে পারি গিরগিটিটি অবশ্যই তাকে সুড়সুড়ি দিচ্ছে! | So dass sie froh und glücklich ist, aber kitzeln muss es doch! |
18 | বেশীরভাগ ক্যারিবীয়বাসীর মতো টমলিনসন গিরগিটির উপস্থিতিকে তাদের সাথে সাদৃশ্য আছে বলে ধরে নেয় এবং একধরনের সাদৃশ্য অনুভব করে, তার কাছে এই নিয়মের দু'টি ব্যাতিক্রম আছে: জামাইকার গৃহস্থ টিকটিকি এবং কাঙলাস, এ দু'টোর উভয়ই ‘[তাকে] ভীতসন্ত্রস্ত করে': | Während Tomlinson, wie die meisten Bewohner der Karibik, das Dasein der Lizarden als ganz natürlich empfindet und sich irgendwie zu ihnen hingezogen fühlt, gibt es für sie durchaus Ausnahmen von dieser Regel: Die jamaikanischen Quak-Lizarden und Boden-Lizarden, denn diese Artgenossen schleichen sich gerne [an sie] heran. |
19 | সাধারণত, প্রথমটি বেশীরভাগই ফ্যাকাশে ধরনের হয়, যদিও আমি কয়েকটি গাঢ় রঙের, এবং একটি ছোপ ছোপ দাগওয়াকে বেশ কয়েকবার দেখেছি। | Normalerweise tendiert der erstgenannte zu einer gewissen Blässe. Obwohl ich auch schon einige Exemplare in dunkleren Farbtönen gesehen habe, ab und zu auch welche mit Punkten. |
20 | হ্যাঁ, এগুলো কর্কশ শব্দ করে, হ্যাঁ, এগুলো আমাকে সারা রাত সজাগ রেখেছে, এবং হ্যাঁ, এগুলো বেহায়াও হতে পারে। | Na ja, sie quaken, stimmt schon, sie wecken mich nachts auf und, klar, sie können ziemlich frech werden. |
21 | […] একবার একটি ছাদ থেকে খসে প্রায় আমার মাথার উপর পড়েছিল। | […] Einmal ist so einer von der Decke herunter und beinahe auf meinen Kopf gefallen. |
22 | বাদ দিন, কারণ ওটা শেষ পর্যন্ত মাথায় পড়ে নি। | Ich hatte gar nicht bemerkt, dass er nicht auf mir gelandet war. |
23 | এটি আমার চুলে আটকে আছে শুধুমাত্র এই ভাবনাটি, আর মেঝের উপর এটির আঠালা টুপ টুপ শব্দই! | Allein der Gedanke daran, dass er in meinen Haaren steckt und dieses feuchte Klatschen beim Aufplumpsen reicht schon, um mich zum Schreien zu bringen. |
24 | আমার ত্রাহী চিৎকার শুরু করার জন্য যথেষ্ট। আর এর নামের মতোই শেষেরটিকে আপনি সহজেই কোন গাছে খুঁজে পাবেন না। | Bei dem letztgenannten, sein Name suggeriert das schon, würde es einen in die Bredouille bringen, wenn er in einem Baum säße. |
25 | এই ধরনেরটি বড় আর লম্বা হয়, এর লেজটিও হয় এর থেকে আরও লম্বা, এবং এঁকেবেঁকে চলে। | Dieses Exemplar ist stark und lang, mit einem noch längeren Schwanz, und es ist glitschig. |
26 | এগুলো খুব দ্রুতও চলে। | Außerdem sehr schnell. |
27 | আমি যখন ছোট ছিলাম তখন একবার আমাকে ধাওয়া করেছিল, তাতেই আমি বদ্ধপরিকর যে এগুলো কামড় দেয়। […] | Als ich noch ein kleines Mädchen war, hat mich mal einer verfolgt. Seitdem bin ich felsenfest davon überzeugt, dass sie beißen. […] |
28 | আমি ভেবে পাইনা প্রাচীন লোকেদের এ দু'টো সম্পর্কে কী বলার আছে। | Was die Menschen wohl früher über diese beiden erzählt haben? |