# | ben | deu |
---|
1 | ট্যুর গাইডরা কেবল একটি শহরের ইতিহাসের একটি অংশ আপনাকে বলে। | Neue App erlaubt es Einwohnern, Reisenden ihre Geschichten zu erzählen |
2 | তবে এই এ্যাপটি আপনাকে শহরের অধিবাসীদের কাছ থেকে তাদের নিজেদের গল্প শোনাবে | |
3 | ভয়েসম্যাপ থেকে শব্দের ব্যানার। | Wordwolken von Voicemap. |
4 | অনুমতিক্রমে পুনরায় ব্যবহার করা হল। | Wiederveröffentlichung genehmigt. |
5 | আপনি যখন ভ্রমণ করছেন, তখন আপনার গন্তব্যস্থল সম্পর্কে আপনি জানতে চাইবেন। | Alle Links in diesem Artikel führen zu englischsprachigen Webseiten. |
6 | কিন্তু আপনি হয়তোবা একঘেয়ে কিছু বিষয়, ঐতিহাসিক স্মৃতি সৌধ সম্পর্কে জেনে এবং পর্যটন অফিসগুলোর লেখা কিছু ঐতিহ্যবাহী বর্ননা শুনে ক্লান্ত বোধ করছেন। | Wenn man reist, möchte man sein Reiseziel kennenlernen. Was aber, wenn man der Faktenaufzählungen, historischer Monumente und traditioneller Erzählungen der Touristikzentralen überdrüssig ist? |
7 | তাই নয় কি? ভয়েসম্যাপ থেকে একটি স্ক্রিনশট। | Ein Screenshot von Voicemap. |
8 | অনুমতিক্রমে পুনরায় ব্যবহার করা হল। | Veröffentlichung genehmigt. |
9 | ভয়েসম্যাপ এমন একটি এ্যাপ, যার মাধ্যমে লোকেরা তাদের নিজেদের গল্পগুলো প্রতিবেশীদের জানাতে পারবেন। | Voicemap ist eine App, die es ermöglicht, dass sich Menschen gegenseitig von ihren eigenen Wohnbezirken erzählen. |
10 | পেশাদার কন্ঠশিল্পীদের চেয়ে বরং গল্প বক্তাদের নিজ কন্ঠে ট্র্যাকগুলো ধারন করা হয়েছে। ট্র্যাকগুলোকে আরও বেশি আন্তরিক এবং ব্যক্তিগত কণ্ঠস্বরপূর্ন করে তোলার জন্য এমনটি করা হয়েছে। | Die Audios werden direkt mit der Stimme des Erzählenden aufgenommen und nicht mit Hilfe professioneller Sprecher, damit die Aufnahmen einen freundlicheren, authentischen und persönlichen Ton haben. |
11 | এ্যাপটির প্রতিষ্ঠাতা ইয়ান ম্যানলে। ১০ বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণের পর একটি ট্যুর অপারেশন কোম্পানিতে তিনি কাজ শুরু করেন। | Nachdem er zehn Jahre lang die Welt bereist hatte, war der Gründer der App, Iain Manley, für einen Reiseanbieter tätig. |
12 | তিনি নিজে যখন ভ্রমণ করেছেন তখন স্থানীয় অধিবাসীদের কেউ যখন তাকে নিজের মতো করে তাদের শহরটিকে দেখিয়েছে তখন তাঁর সবচেয়ে বেশি ভাল লেগেছে। তাই তিনি তাঁর জন্মস্থান কেপ টাউন নিয়ে প্রথমে কাজ করা শুরু করেন। | Er erinnert sich, dass er bei seinen eigenen Reisen die besten Erfahrungen gemacht hat, wenn ihm jemand durch “seine” eigene Stadt führte und ihn die Stadt mit den Augen des Einwohners sehen ließ. |
13 | তিনি বলেছেন, কেপ টাউন এমন একটি শহর যার অনেকগুলো ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট রয়েছে। | Er startete in seiner eigenen Heimatstadt Kapstadt, einer Stadt, von der er sagt, sie sei voller verschiedener Perspektiven. |
14 | একটি স্কাইপ সাক্ষাৎকারের মাধ্যমে তিনি আমাদের বলেছেন, “ইতোমধ্যে, আমরা লোকদের ট্যুরে সাহায্য করার চেয়েও আরও বেশি কিছু করতে আগ্রহী। | |
15 | আমরা এটিকে একটি নতুন মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। | “Letztlich möchten wir mehr als nur Menschen mit Rundreisen zu versorgen. |
16 | আমরা চাই এটি গল্প বলার এমন মাধ্যমে পরিণত হবে যা গল্পগুলোকে আরও নতুন এবং মজার উপায়ে উপস্থাপন করবে।” একটি স্থান সম্পর্কে অনেক ধরনের গল্প তৈরির উপর ভয়েসম্যাপ বেশি গুরুত্ব দিয়েছে। | Wir wollen dies als ein neues Medium nutzen, einer Form der Geschichtenerzählung, die das, was und wie es erzählt wird, auf eine neue und interessante Art beeinflusst”, erzählt er uns bei einem Skype-Interview. |
17 | কেননা পর্যটনের ক্ষেত্রে গতানুগতিক একই ধরনের কন্ঠস্বরে ধারণ করে গল্প বলার উপায় থেকে তারা বেড়িয়ে এসেছেন। | Voicemap konzentriert sich darauf, zu einem Ort mehrere Geschichten zu schaffen, um so von der einheitlichen Stimme wegzukommen, die im Tourismus dominiert. |
18 | তাঁর পরিবর্তে তারা স্থানীয় লোকেদের তাদের সম্প্রদায় সম্পর্কে নিজেদের ইতিহাস বলার ক্ষেত্রে স্বকীয়তা বজায় রাখতে চেয়েছেন। | Stattdessen wollen sie den Menschen, die in einer Region leben, das Gefühl geben, ihre eigenen Geschichten der eigenen Gemeinden erzählen zu können. |
19 | ওয়েবসাইটটিতে ব্যাখ্যা করা হয়েছেঃ | Die Webseite erklärt: |
20 | গল্প বলা সবসময়ই আমাদের চারপাশের পৃথিবীকে আরও বেশি অর্থবহ করে তোলে। | Geschichten haben schon immer der Welt um uns herum Sinn verliehen. |
21 | আমরা নিজেদের সম্পর্কে যে গল্প বলি, সেটাই আমাদের বাড়ি। বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া আমাদের গল্পেরই একটি অংশ। | Daheim sein ist eine Geschichte, die wir uns selbst erzählen und manchmal ist es Teil einer Geschichte, die davon handelt, fort zu sein. |
22 | মাউন্ট এভারেস্ট, মিসিসিপি নদী, গিজার পিরামিড এবং বার্লিন দেয়াল আসলেই একঘেয়ে গল্প, যা প্রতিদিন বার বার বলা হয়। | Mount Everest, der Mississippi, die Pyramiden von Giza und die Berliner Mauer sind in Wirklichkeit bloße Geschichten, erzählt und wieder erzählt jeden Tag. |
23 | আপনার প্রতিবেশীরাও একেকজন একটি গল্প। | Und auch unsere Nachbarschaft ist eine Geschichte. |
24 | ভয়েসম্যাপ সম্পর্কে বর্ননাকারী একটি প্রকল্পের একটি ভিডিও আবার দেয়া হলঃ | Dieses englischsprachige Video zu dem Projekt beschreibt Voicemap genauer: |
25 | এখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে। লোকেরা কোথা থেকে হাঁটা শুরু করবে এবং কোথায় গিয়ে থামবে তার পূর্বাভাস দেয়ার চেষ্টা করা, গল্প বলার সময়ের সাথে চলার গতির সমন্বয় রাখতে শেখা এবং এ ধরনের আরও অনেক কিছু। | Die App steht vor spezifischen Herausforderungen; hervorzusehen, wo Reisende entlanglaufen, wo sie halten werden, wie das Lauftempo an die Sprechgeschwindigkeit angepasst werden kann und so weiter. |
26 | ম্যানলে বলেছেন, “যা দিয়ে কোন স্থানকে চেনা যায়, এমন বস্তুর তালিকা লোকজনকে দেয়ার পরিবর্তে স্থানটির সাথে আমরা তাদেরকে জুড়ে দিতে চাই।” | “Wir möchten den Menschen keine Liste von Landmarken an die Hand geben, sondern wir wollen, dass sie sich mit dem Ort beschäftigen”, sagt Manley. |
27 | আর তাঁর সাথে কিছু বিস্ময় আছে - “কোন স্থান চিহ্নিত করতে একই বস্তু সম্পর্কে মাঝে মাঝে দুইজন ভিন্ন লোক একেবারেই ভিন্ন ভিন্ন মতামত দিতে পারেন। | |
28 | কোন এনসাইক্লোপেডিয়া বা গাইডবুক থেকে পাওয়া তথ্যের চেয়ে এগুলো আরও বেশি মজাদার হবে।” আইটিউন স্টোরে আপনারা ভয়েসম্যাপ পাবেন। | Und ab und an kommt es zu Überraschungen: “Manchmal sprechen zwei Menschen über dasselbe und haben dabei komplett unterschiedliche Meinungen. |
29 | খুব শীঘ্রই আসা একটি এ্যান্ড্রয়েড সংস্করন পেতে আইটিউন স্টোরে চোখ রাখুন। | Das ist viel interessanter als das, was einer Enzyklopädie entspringt oder einem Reiseführer.” |
30 | আপনি যদি একজন গল্প বক্তা হিসেবে এই ওয়েবসাইটটিতে সাইন ইন করতে চান, তবে অনলাইনে কোন একটি গল্প বলার মাধ্যমে আপনি শুরু করতে পারেন। | Voicemap gibt es bereits im iTunes-Store und eine Android-Version soll bald erscheinen. Interessierte können online ihre eigene Geschichte erzählen. |