Sentence alignment for gv-ben-20111208-21614.xml (html) - gv-deu-20111205-4795.xml (html)

#bendeu
1সিরিয়া: রাজান ঘাজ্জাউয়িকে মুক্ত করSyrien: Freiheit für Razan Ghazzawi
2এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ-২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Dieser Beitrag ist Teil unserer Sonderberichterstattung zu den Protesten in Syrien 2011.
3আজ সিরিয়া-জর্ডান সীমান্তে সিরীয় কর্তৃপক্ষ ব্লগার রাজান ঘাজ্জাউয়িকে গ্রেফতার করেছে।Ein Freiheit-für-Razen-Poster, angefertigt von Unterstützern sobald die Nachricht von ihrer Verhaftung sich verbreitete
4যখন ঘাজ্জাউয়িকে গ্রেফতার করা হয়, সে সময় ভদ্রমহিলা আরব বিশ্বে সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক এক কর্মশালায় যোগ দেবার জন্য জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।Ghazzawi ist eine in den USA geborene syrische Bloggerin und leidenschaftliche Twitternutzerin, die zu Global Voices Online und Global Voices Advocacy beigetragen hat.
5ঘাজ্জাউয়ির গ্রেফতারের ঘটনায় সারা বিশ্বের ব্লগার এবং একটিভিস্ট সমালোচনায় মুখর এবং ক্ষোভে ফেটে পড়েছে।Sie ist auch eine der wenigen Blogger in Syrien, die unter ihrem eigenen Namen bloggt.
6ঘাজ্জাউয়ি হচ্ছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এক সিরীয় ব্লগার এবং একনিষ্ঠ টুইটার ব্যবহারকারী, যিনি গ্লোবাল ভয়েসেস অনলাইন এবং গ্লোবাল ভয়েসেস অ্যাডভোকেসি উভয় সাইটে লিখে থাকেন।
7তিনি হচ্ছেন সেই সমস্ত অল্প সংখ্যক নাগরিকদের মধ্যে অন্যতম, যারা তাদের প্রকৃত নামে লিখে থাকে, সেখানে তিনি ব্লগার এবং যে সমস্ত একটিভিস্টকে সিরীয় সরকার গ্রেফতার করেছে, এবং একই সাথে পুরুষ সমকামী ও সংখ্যালঘুদের অধিকারের দাবিতে সোচ্চার।
8যখনই রাজানের গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়ে সাথে সাথে তার সমর্থকরা রাজানকে মুক্ত কর নামের একটি পোস্টার নেটে উঠিয়ে দেয়। তার সর্বশেষ পোস্ট ১ ডিসেম্বর ২০১১ তারিখে প্রকাশিত হয়।Sie setzt sich für die Rechte der Blogger und Aktivisten ein, die vom syrischen Regime verhaftet wurden, sowie auch für die Rechte der Homosexuellen und Minderheiten.
9এটি মূলত সিরিয়ার ব্লগার হুসাইন ঘেরের মুক্তি উদযাপন উপলক্ষ্যে পোস্ট করা হয়। হুসাইন ঘেরের-কে সিরীয় সরকার ৩৭ দিন আটকে রেখেছিল।Ihr letzter Artikel [en] vom 1. Dezember feiert die Freilassung des syrischen Bloggers Hussein Ghrer, der 37 Tage vom syrischen REgime festgehalten wurde.
10রাজান ব্লগে লিখেছিল:Sie schreibt:
11হুসাইন আজ রাতে তার ঘরে ফিরে যাবে, যেখানে সে তার স্ত্রীকে জড়িয়ে ধরবে, এবং আর কখনো দুটি মুল্যবান সঙ্গীতকে হারিয়ে যেতে দেবে না।Hussein wird heute Abend zuhause sein, wo er seine Frau in die Arme schließen und seine zwei wunderbaren Söhne nie mehr loslassen wird.
12এখন সবকিছু ঠিক হয়ে যাবে, এবং শীঘ্রই সব সমস্যার সমাধান হয়ে যাবে।Es wird in Ordnung sein und alles wird sehr bald vorbei sein.
13পরিহাসের বিষয়টি নেট নাগরিকরা উপলব্ধি না করে পারেনি, যারা তার গ্রেফতারের পর সামাজিক প্রচার মাধ্যমে এই গ্রেফতারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেDie Ironie wird von Netizens, die nach ihrer Verhaftung in sozialen Netzwerken Alarm schlugen, durchaus verstanden.
14সিরিয়ার রাজান সাফোর টুইট করেছে:Die Syrerin Razan Saffour twitterte:
15@রাজানস্পিকস:রাজান ঘাজ্জাউয়ি, গ্রেফতারকৃত নাগরিকদের ব্যাপারে সচেতনতা তৈরিতে সচেষ্ট ছিল, সে তাদের সম্বন্ধে লিখত এবং তাদের সমর্থন করত।@RazanSpeaks: Razan Ghazzawi hat das Bewusstsein für Inhaftierte geschärft, hat über sie geschrieben und sie unterstützt.
16ঘাজ্জাউয়ি এখন নিজে তাদের একজনে পরিণত হল।Sie ist nun eine von ihnen.
17#ফ্রিরাজন#সিরিয়া#FreeRazan #Syria
18এবং সে এর সাথে যোগ করে:und fügt hinzu:
19@রাজানস্পিকস:@রেডরাজন, আমার চিন্তা এবং হৃদয় এখন তোমার সাথে।@RazanSpeaks: Gedanken und Herzen sind bei dir @RedRazan.
20টুইটারে আমি যাদের সান্নিধ্যে এসেছি, তাদের মধ্যে তুমি সবচেয়ে সাহসীদের মধ্যে একজন।Eine der mutigsten Menschen, die ich bei Twitter kennenlernte.
21#ফ্রিরাজান #সিরিয়া।#FreeRazan #Syria
22তার স্বদেশী এক সিরীয় নাগরিক সাসা উল্লেখ করেছে:Die Syrerin Sasa bemerkt:
23@সিরিয়াননিউজ:এখন আমার টাইমলাইনের সকল টুইট #ফ্রিরাজন।@syrianews: Fast jeder Tweet in meiner Timeline enthält jetzt #FreeRazan.
24সিরিয়ার পুলিশ, তোমরা কি আমাদের কথা শুনতে পাচ্ছ।Hörst du uns, syrische Polizei?
25#ফ্রিরাজন#FREERAZAN
26এবং গ্লোবাল ভয়েসেস-এর তার এক সিরীয় সহকর্মী আনাস কাতিয়েস তাকে স্মরণ করেছেন:Und Global-Voices-Kollege, der Syrer Anas Qtiesh erinnert sich:
27@আনাসকাতিয়েস:রাজান আমাকে @গ্লোবালভয়েসেস-এর চমৎকার এক দলের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তার কারণে আমি এইখানে অনুবাদক হিসেবে যোগ দিয়েছি।@anasqtiesh: Razan machte mich mit dem wunderbaren @globalvoices Team bekannt und sie ist der Grund, warum ich mich als Übersetzer und Autor beteilige.
28#ফ্রিরাজন#FreeRazan
29সিরিয়ার নাগরিক সাকেন আল জাবরি আরব লীগের নিষ্ক্রিয় হয়ে থাকার কারণে ক্ষুব্ধ :Der Syrer Shakeen Al Jabri ärgert sich über die Arabische Liga:
30@লেশাকে: ওহে আরব লীগ।@LeShaque: Hey Arabische Liga.
31কি ভাবে তোমাদের দুর্বল উপদেশ সম্বলিত কৌশল কাজ করবে?Wie funktioniert eure unkluge Strategie jetzt?
32এখনো বিশ্বাস কর যে বাশার, দেশটিতে সংস্কার সাধন করবে?Glaubt ihr immer noch, dass Bashar Reformen durchführen wird?
33#সিরিয়া#ফ্রিরাজান#Syria #FreeRazan
34এদিকে ছনদ বাহরাইনী শোক প্রকাশ করছে :Während Chanad Bahraini beklagt:
35@ছনদবিএইচ:@রেডরাজন@আলা এবং @আব্দুলইমাম, এরা সকলে ২০০৮ সালে লেবাননে অনুষ্ঠিত প্রথম আরব ব্লগার সম্মেলনে উপস্থিত হয়েছিল।@chanadbh: . @RedRazan, @alaa und @abdulemam waren alle beim ersten arabischen Bloggertreffen in Libanon 2008.
36আজ তারা, হয় কেউ জেলে, না হয় পালিয়ে বেড়াচ্ছে।Heute sind sie entweder verhaftet oder untergetaucht. #FreeRazan
37মিশরের বিখ্যাত ব্লগার আলা আব্দেল ফাত্তাহ মিথ্যা অভিযোগে কারাগারে আটকে আছে এবং বাহরাইনের ব্লগার আল আব্দুল রহমান বাহারাইনে লুকিয়ে আছে।Der langjährige ägyptische Blogger Alaa Abdel Fattah ist in Ägypten wegen erfundener Anklagen inhaftiert und der bahrainische Blogger Ali Abdulemam ist in Bahrain untertaucht, wo er auch wegen seiner Blogaktivitäten angeklagt ist.
38এরা দুজনে তাদের নিজেদের দেশের শুরুর দিককার ব্লগার।Beide gehören zu den ersten Bloggern in ihren Ländern.
39এদিকে তাদের বিশ্বস্ত বন্ধুরা, ঘাজ্জাউয়ির টুইটার এবং জিমেইল একাউন্ট, এবং একই সাথে তার ব্লগ চালু রেখেছে।In der Zwischenzeit kümmern sich Freunde um die Twitter- und Gmail-Konten sowie um ihren Blog.
40তার বন্ধুরা অবশ্য একই সাথে তার ফেসবুক একাউন্ট আপাতত স্থগিত করে রেখেছে।Ihre Facebook-Seite wurde auch von ihren Freunden deaktiviert.
41তার টুইটার একাউন্টে টুইট করা এক সাম্প্রতিক পোস্ট পাঠ করুন:Ein aktueller Tweet von ihrem Konto lautet:
42@রেডরাজান: রাজান এখন আর তার টুইটার একাউন্ট পরিচালনা করতে পারছে না, এখন তার বন্ধু এবং সমর্থকরা তার একাউন্ট পরিচালনা করেছে!@RedRazan: Razan managt ihr Twitterkonto nicht mehr. Wir, ihre Freunde und Unterstützer, machen das!
43ফ্রিরাজান।#FreeRazan
44ঘাজ্জাউয়ির গ্রেফতারের উপর আসা আরো প্রতিক্রিয়া সম্বন্ধে জান্তা চাইলে টুইটারে #ফ্রিরাজান হ্যাশট্যাগ যাচাই করুন।Weitere Reaktionen zu Ghazzawis Verhaftung findet ihr unter dem Hashtag #FreeRazan bei Twitter.
45এছাড়াও তার মুক্তি দাবী করে ফেসবুকে একটি পাতা তৈরি করা হয়েছে [আরবি ভাষায়] ।Eine Facebookseite [ar], die zu ihrer Freilassung aufruft wurde auch schon angelegt.