# | ben | deu |
---|
1 | পেরু: কুস্কোর বন্যা আক্রান্তদের জন্য সাহায্য আর উদ্ধারকাজ | Peru: Hilfe und Rettung für Flutopfer in Cusco |
2 | পেরুর কুস্কোর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েই গেছে কারন বৃষ্টি এখনও কমেনি (পহেলা ফেব্রুয়ারী, ২০১০)। | Die Situation in Cusco, Peru ist nach wie vor schwierig, weil der Regen nicht aufgehört hat. |
3 | তবে এটাই একমাত্র সমস্যা না যা এই এলাকা সম্মুখীন হচ্ছে। | Das ist jedoch nicht das einzige Problem, mit dem sich die Region befassen muss. |
4 | এমন দোষারোপ আর গুজব বেরিয়েছে যে পর্যটকদের কাছ থেকে অর্থ দাবি করা হয়েছে তাদের উদ্ধারের জন্য যা অবশ্য কর্তৃপক্ষ অস্বীকার করেছেন। | Es gibt Gerüchte [es], dass die Touristen [es] für ihre Rettung bezahlen mussten, was die Behörden bestreiten [es]. |
5 | ২১শে জানুয়ারী চিলির সরকার বিশাল একটা হারকিউলিস বিমান পাঠিয়েছে চিলির নাগরিকদের তুলে আনার জন্য। | Die chilenische Regierung schickte am 21. Januar ein Hercules Flugzeug, um chilenische Bürgerinnen und Bürger abzuholen. |
6 | যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের ছবি পাবেন এখানে। | Ein paar Fotos von den Geretteten gibt es hier. |
7 | হুয়াকারপেইয়ের বন্যা প্লাবিত রাস্তা। | Eine überflutete Straße in Huacarpay. |
8 | ছবি জেনেবিও ভালেঞ্চিয়ার তোলা (অনুমতিক্রমে ব্যবহৃত)। | Foto von Zenobio Valencia mit Genehmigung veröffentlicht |
9 | খাদ্যের মূল্য বৃদ্ধি নিয়ে অন্যান্য রিপোর্ট সামনে এসেছে আগুয়াস ক্যালিন্টেস এলাকায়, মাচু পিচু শহরের প্রবেশদ্বারে। | Es gibt andere Berichte, dass im Bereich von Aguas Calientes, dem Tor zu Machu Picchu, die Preise für Lebensmittel [es] gestiegen sind. |
10 | এটর্নি জেনারেল তদন্তের হুকুম দেন যাচাই করে দেখতে যে রেস্টুরেন্ট আর দোকানে দাম কেমন আছে। | Die Staatsanwaltschaft hat eine Untersuchung [es] angeordnet um dies zu überprüfen und zu handeln, falls Preis Spekulationen in Restaurants und Geschäften gefunden werden. |
11 | যেমন আশা করা হয়েছিল, শীঘ্রই খবর বের হয় আক্রান্তদের মধ্যে সাহায্য বিতরণে স্বচ্ছতার অভাব সম্পর্কে । | Wie zu erwarten war, erschienen recht bald Beschwerden über den Mangel an Transparenz über die Verteilung der Hilfen für die Opfer. |
12 | অনেকে আশা করছেন যে সরকার ব্যাপারটা দেখবেন। | Viele hoffen, dass die Regierung dieses Problem berichtigen wird. |
13 | এর সাথে ভূমি ধস যখন শুরু হয় যেসব পর্যটক সেক্রেড ভ্যালিতে ইঙ্কা ট্রেলে হাটছিলেন তাদের নিয়ে চিন্তা আছে। | Darüber hinaus gibt es Befürchtungen über Touristen, die auf dem Inka-Trail und in dem Heiligen Tal wanderten, als die Erdrutsche begannen. |
14 | ধারণা করা হচ্ছে সেই সময়ে এলাকায় প্রায় ১৫০০ পর্যটক ছিলেন, কিন্তু এখন পর্যন্ত জানা যায় নি তারা নিরাপদ আছেন কিনা। | Es wird geschätzt, dass zu der Zeit ungefähr 1.500 Touristen in diesem Gebiet [es] waren, aber man weiss noch nicht, ob sich alle in Sicherheit befinden. |
15 | মাচু পিচুর চারিদিকে মোট পর্যটকের সংখ্যা প্রায় ২০০০ বলে ধারণা করা হচ্ছে। | Die Gesamtzahl der Touristen in und um Machu Picchu wurde auf ungefähr 2.000 geschätzt. |
16 | কুস্কোর চারিদিকে কি হচ্ছে তা নিয়ে টুইটারা ব্যবহারকারীরা তথ্য জানাচ্ছেন। | Twitterers verschickten Informationen über das was in und um Cusco herum passiert ist. |
17 | কিছু কিছু টুইট মানবিকতার দুই দিক দেখাচ্ছে: | Einige der Tweets zeigen die beiden Gesichter der Menschheit: |
18 | @হ্যারিগঞ্জালেস: | @harrygonzales: |
19 | আরমাস প্লাজাতে পানি আসছেই আমাদের ভাই বোনদের সাহায্য করতে। | Wasser läuft nach wie vor in die ‘Armas Plaza' und hilft unseren Brüdern und Schwestern. |
20 | #কুস্কো http://tweetphoto.com/9723290 | #cusco http://tweetphoto.com/9723290 |
21 | @হ্যারিগঞ্জালেস: | @harrygonzales: |
22 | পিসোনেয়তে যারা আক্রান্ত হয়েছেন তারা এখন কালকার বিনোদন কেন্দ্রে আছেন। http://tweetphoto.com/9742996 #Cusco | Die Leute, die es in Pisonay getroffen hat, befinden sich jetzt in dem Freizeit-Center von Calca http://tweetphoto.com/9742996 #Cusco |
23 | লিন মোরা @লিন্মোরা: | Lynn Mora @lynnmora: |
24 | কুস্কোতে বয় স্কাউটদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয় আক্রান্তদের সাহায্য করতে। | In Cusco wurden die Boyscouts (Pfadfinder) in das Katastrophengebiet geschickt, um den vom Unglück Betroffenen zu helfen. |
25 | @এল্কামিনেরিটো | @elcaminerito |
26 | তারা বলছে যে হুয়াকারপায় আর পিসাকে চোর সব লুট করছে, স্বেচ্ছাসেবীরা দয়া করে তাদের সনাক্ত করেন, ঝামেলা এড়াবার জন্য। | Uns wird gesagt, dass es in Huacarpay und Pisac Diebe gibt, die Plündern. Freiwillige Helfer, bitte identifiziert sie, um Probleme zu vermeiden. |
27 | মারকো মোস্কোসো তার টুইটপিক অ্যাকাউন্টে নিয়মিত ছবি পোস্ট করছেন, আর তিনি বন্যাদুর্গত এলাকা দেখানোর ইন্টার অ্যাক্টিভ মানচিত্র তৈরির পিছনের একটি চালিকা শক্তি: | Marco Moscoso hat regelmäßig Fotos auf seinem Twitpic Konto veröffentlicht; und er ist einer der treibenden Kräfte hinter der interaktiven Karte, welche die Notstands-Gebiete zeigt [es]: |
28 | Ver Cusco en Emergencia en un mapa más grande | Eine größere Karte von den Cusco Notstandsgebieten gibt es hier. |
29 | ব্লগ ক্যাম্বিয়ান্ডো এল মুন্ডো (বিশ্বকে পরিবর্তন করা) এর এই পোস্টে হুকারপায়ের মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর একটি তালিকা পাওয়া যাবে (ইংরেজীতে)। | In diesem Beitrag des Blogs ‘Cambiando el Mundo' [es/en] (die Welt verändern) kann man eine Liste (auf englisch) über die Sachen finden, die die Leute in Huacarpay dringend benötigen. |
30 | এই গোত্রটি বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। | Das ist eine Gemeinde, die von den Überschwemmungen sehr stark betroffen wurde. |
31 | একটা ফেসবুক দলও আছে কুস্কোর জন্য সাহায্য সংগ্রহ করতে: কুস্কোর দুর্ভাগ্যের বিরুদ্ধে সম্মিলিত হন!! | Es gibt auch eine Facebook-Gruppe, die Hilfe für Cusco sammelt: Ein vereintes Cusco gegen das Unglück! [es] |