Sentence alignment for gv-ben-20150809-49983.xml (html) - gv-deu-20150811-31553.xml (html)

#bendeu
1ইরানে আংশিকভাবে বিবিসির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারDer Iran hat sein BBC-Verbot gelockert
2বিবিসি ফার্সি ইরানের অভ্যন্তরে কাজ করতে না পারলেও এটি সে দেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম। স্টুয়ার্ট পিনফোল্ডের তোলা ছবি।BBC Persian ist eine beliebte Nachrichtenquelle im Iran, darf jedoch nicht innerhalb des Landes senden.
3ফ্লিকর থেকে নেয়া এবং সিসি বিওয়াই-এনসি-এনিডি ২ দশমিক ০ লাইসেন্স এর আওতায় ব্যবহৃত।Foto von Stuart Pinfold (Flickr CC BY-NC-ND 2.0)
4ইরানের অভ্যন্তরে বিবিসি কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া সম্পর্কে সংস্কৃতি ও ইসলামী পথ নির্দেশন মন্ত্রণালয়ের দেয়া ঘোষণাটি ইরানের তাসনিম সংবাদ সংস্থা প্রকাশ করেছে।Die iranische Nachrichtenagentur Tasnim berichtete von einer Stellungnnahme des Ministeriums für Kultur und Islamische Führung über das Aufheben des Verbotes von BBC Sendungen innerhalb des Landes.
5ইরানের দেশীয় এবং বিদেশী প্রেস প্রবিধান এই মন্ত্রণালয়টি নিয়ন্ত্রণ করে থাকে।Das Ministerium ist für die internen, sowie die internationalen Pressebestimmungen verantwortlich.
6তাসনিম সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র খবরটি জানিয়েছেন।Die Nachricht stammt aus einem Interview, welches ein Sprecher des Ministeriums gegenüber von Tasnim gab.
7সাক্ষাৎকারে তাঁরা ঘোষণা করেন, শীঘ্রই বিবিসি ওয়ার্ল্ড বিশেষভাবে সংবাদ সংগ্রহ করে প্রতিবেদনের জন্য নেদারল্যান্ডের বংশোদ্ভূত বিবিসি সাংবাদিকদের একটি দল সে দেশে প্রবেশ করবে। মুখপাত্র আরও ঘোষণা করেছেন যে সিদ্ধান্তটি দেশের গোয়েন্দা ও পুলিশ বাহিনী সঙ্গে আলোচনা করে নেয়া হয়েছে।Darin erklärte er auch, dass eine Gruppe niederländischer Journalisten des BBC bald für einen Spezialbericht ins Land kommen werden und eröffnete, dass die Entscheidung unter Beratung mit dem Geheim- und Polizeidienst des Landes getroffen wurde.
8অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) কে দেয়া আরেকটি সাক্ষাৎকারে মন্ত্রনালয় থেকে পরবর্তিতে স্পষ্টভাবে জানান হয়েছে যে শুধুমাত্র বিবিসি ওয়ার্ল্ড এর বিশেষ সংবাদ সংগ্রহের জন্য এই পরিবর্তন সাময়িকভাবে স্থায়ী হবে।Das Ministerium erklärte später in einem Interview mit der Associated Press (AP), dass die Veränderungen nur vorübergehend seien und nur für das spezielle World-Segment des BBC gelte.
9এ বিষয়ে বিবিসি এপি'কে বলেছে, তাঁরা ইরান সরকারের নতুন সিদ্ধান্তের ব্যাপারে এখনও কিছু শোনেনি।BBC sagte der AP jedoch, dass sie noch nichts von der neuen Entscheidung der iranischen Regierung gehört hätten.
10ইরানিদের অনেকের কাছে দেশের ভেতরে বিবিসি ফার্সি একটি জনপ্রিয় স্যাটেলাইট এবং অনলাইন সংবাদ উৎস।BBC Persian ist eine beliebte Satelliten- und Online-Nachrichtenquelle für viele Iranier im Land selbst.
11উল্লেখ্য, ২০০৯ সালের সবুজ বিপ্লবের সময় বিবিসির বিরুদ্ধে দেশটিতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ এনে কর্তৃপক্ষ তখন থেকে ইরানের অভ্যন্তরে বিবিসি ফার্সি সেবার কার্যক্রম বন্ধ করে দেয়।Der Service von BBC Persian wird seit 2009 innerhalb des Iran blockiert, nachdem die Behörden dem Sender vorwarfen, während der Grünen Bewegung 2009 Unruhe zu stiften.
12বিবিসি ফার্সি ও ইংরেজি উভয় ওয়েবসাইটই ইরানের ভিতরে বন্ধ করে দেওয়া হয়েছে।Sowohl die Internetseite von BBC Persian als auch BBC English sind im Iran blockiert.
13বিবিসি ফার্সি অনলাইন ২০০৬ সালে সর্বপ্রথম বন্ধ করা হয়েছিল এবং তখন থেকে অবৈধ উপগ্রহের মাধ্যমে ইরানে এর সম্প্রচার দেখানো হচ্ছিল।BBC Persian Online wurde erstmals 2006 blockiert und seine Übertragungen werden auf illegalen Satellitenkanälen gesehen.