Sentence alignment for gv-ben-20070701-61.xml (html) - gv-deu-20070625-12.xml (html)

#bendeu
1মায়ানমার: অঙ সান সু কির জন্মদিনে শুভেচ্ছাMyanmar: Geburtstagsgrüße für Daw Aung San Suu Kyi
2মায়ানমারের অনেক ব্লগার বিরোধী দলীয় নেত্রী মাননীয়া অঙ সান সু কির ৬২তম জন্মদিন (১৯শে জুন ২০০৭) উপলক্ষে তাদের শুভেচ্ছা পাঠিয়েছে।Diese Woche (vergangene Woche, Anm. d. Übersetzers) feiern viele Blogger in Myanmar den 62.
3বহু বছর ধরে মায়ানমারের জনপ্রিয় গনতন্ত্রকামী নেত্রী নোবেল পুরস্কার বিজয়ী অঙ সান সু কি গৃহবন্দী অবস্থায় তার জন্মদিন উদযাপন করছেন।Geburtstag von Daw Aung San Suu Kyi am 19. Juni und gratulieren der burmesischen Oppositionsführerin.
4প্রতি বছরই তার মুক্তির জন্যে প্রচুর লোক আশা প্রকাশ করে থাকে কিন্তু এখন পর্যন্ত তাদের আশার বাস্তবায়ন হয়নি।Seit Jahren muss die berühmte Vertreterin der Demokratisierung und Nobelpreisträgerin ihren Geburtstag unter Hausarrest feiern. Alle Wünsche nach ihrer Freilassung blieben bisher ungehört.
5এটি অত্যন্ত দুঃখজনক যে দেশের গনতন্ত্রের জন্য তার প্রতিরোধ ও যন্ত্রনাভোগ বছরের পর বছর দ্বীর্ঘায়িত হচ্ছে।Es ist quälend Jahr um Jahr ihren Widerstand und Leiden für das Schicksal des Landes zu sehen.
6তার এই অধ্যবসায় এবং অবিরাম প্রচেষ্টা দেশের অগনিত তরুনের শ্রদ্ধা অর্জন করেছে।Ihr Durchhaltevermögen findet tiefe Bewunderung und viele Jungen Myanmarer haben großen Respekt vor ihr.
7অঙ সান সু কি (ছবি স্টিভেন ব্রুকস) অনেক ব্লগারই কবিতা, গদ্য, শুভেচ্ছা ইত্যাদির মাধ্যমে তার প্রতি সমর্থন জানিয়েছে।Aung San Suu Kyi (ein Foto von Stephen Brookes) Viele der Blogger haben Gedichte, Essays und Wünsche aufgeschrieben und ihrer ehrliche Unterstützung gezeigt.
8নিন্মে উল্লেখযোগ্য পোষ্টগুলির একটি তালিকা দেয়া হলো:Hier sind einige der Beiträge:
9কবিতা:Gedichte:
10শুভেচ্ছা:Glückwünsche:
11গদ্য:Essays:
12এটা বেশ কৌতুহল উদ্দীপক ছিল দেখা যে লোকজন তাকে বিগত বছরগুলোতে কিবাবে সম্বোধন করেছে। তাকে লোকে মায়নমারের কন্যা, আশার কন্ঠ, নেত্রী(দ্য লেডী) এবং অন্য অনেক প্রশংসামুলক সম্বোধন করেছে।Es ist interessant zu sehen, wie die Menschen sie über die Jahre angesprochen haben: Sie war bekannt als „Tochter der Union Myanmar“, „Stimme der Hoffnung“, „The Lady“ und unter anderen Ehrennamen.
13এই ৬২তম জন্মদিনে অনেক ব্লগার তাকে দেশমাতা নামে ডেকেছে।Zu ihrem 62.
14৫৪ বিশ্ববিদ্যালয় সড়ক ইয়াঙুনে অঙ সান সু কির বাড়ী (ছবি স্টিভেন ব্রুকস)Geburtstag nennen viele Blogger sie „Mutter der Nation“.
15ইতিমধ্যে বার্মানেট রিপোর্ট করেছেন যে জন্মদিনের উৎসবকে নিয়ন্ত্রন করার জন্যে তার বাসার আশে পাশে বিশেষ অতিরিক্ত নিরাপত্তার আয়োজন করা হয়েছে:Aung San Suu Kyis Hause in Yangoon (Foto von Stephen Brookes) Burmanet berichtet, dass verstärkt Sicherheitskräfte in der Nähe des Hauses zum Einsatz gekommen sind, um die Geburtstagsfeier zu überwachen.
16তিনজন এন এল ডি সদস্য যারা জন্মদিনের উৎসবে এসেছিলেন তাদের গ্রেফতার করা হয়েছে।Er ergänzte, dass drei Mitglieder des NLD, die an der Feier teilgenommen hatten, verhaftet wurden.
17রেঙুনে অবস্থানরত সুত্রগুলো জানায় সু কি'র বাসার চারিদিকে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে এবং গত সোমবার থেকে তার বাসার রাস্তার আশেপাশে কাঁটাতারের বেড়া বসানো হয়েছে।Quellen aus Rangoon haben berichtet, die Behörden hätten die Sicherheitskräfte in der Nähe von Suu Kyis Haus verstärkt und die Stacheldraht-Barrikaden auf der Straße seit Montag Nacht ausgebaut.
18টিন্ট টিন্ট, একজন এন এল ডি সদস্য জানাচ্ছেন মান্দালয় প্রদেশের শোয়েবোতে সামরিক বাহিনি সমর্থিত একদল লোক কর্তৃক অন্যান্য এন এল ডির সদস্যদের হুমকি প্রদান করা হয়েছে।Laut Tint Tint, einem NLD-Mitglied, wurden auch andere aus der Oppositionspartei bedroht.
19তারা এন এল ডি অফিসে পাথর ছুড়েছে এবং মটর সাইকেলের চাকা নস্ট করার জন্যে লোহার কাঁটা রাস্তায় ছড়িয়েছে।Ein militärgestützter Mob warf in Mandalay-Division Steine auf das NLD-Büro und verstreuten Krähenfüße auf den Straßen in der Nähe des Gebäudes.
20নেত্রী (দ্য লেডী), এইসব শুভেচ্ছা ও প্রার্থনার মাঝে আপনার একটি শান্তিপুর্ন জন্মদিন পালিত হউক।An „die Lady“ mit Gebeten und Wünschen: Ich hoffe, Sie haben einen friedlichen Geburtstag.
21- মে নিন ফিউGeschieben von May Hnin Phyu.