Sentence alignment for gv-ben-20120528-27259.xml (html) - gv-deu-20120608-8842.xml (html)

#bendeu
1ইয়েমেনঃ একত্রীকরণ বার্ষিকীতে আত্মঘাতী হামলাJemen: Selbstmordattentat am Vorabend des Nationalfeiertages
2২১ মে, ইয়েমেনের রাজধানী সানায় একটি সামরিক কুচকাওয়াজ মহড়ায় আত্মঘাতী হামলায় প্রায় ১০০ জন নিহত ও কমপক্ষে ২০০ জন আহত হয়েছে।Fast 100 Menschen wurden getötet und mindestens 200 verletzt als die Generalprobe der Militärparade in Jemens Hauptstadt Sana'a am 21. Mai das Ziel eines Selbstmordattentats [en] wurde.
3সামরিক পোশাক পরিহিত বোমানিক্ষেপকারী উত্তর ও দক্ষিণ ইয়েমেনের ২২তম একত্রীকরণ বার্ষিকীতে কুচকাওয়াজ মহড়ারত সৈন্যদের মাঝখানে বিস্ফোরণ ঘটায়।Der Attentäter, verkleidet in einer Militäruniform, zündete seinen Sprengstoff inmitten von Soldaten, die für die Parade des 22. Jahrestages der Vereinigung [en] von Nord- und Südjemen probten.
4আল কায়েদা (একিউএপি) দক্ষিণ ইয়েমেনের উপর মার্কিন হামলার প্রতিশোধ নিতে আপাতত এই আক্রমণের দায়ভার নিজের কাঁধে নিয়েছে।Al Kaida (AQAP [en]) hat offenbar die Verantwortung für das Attentat auf sich genommen, als Rache für das, was als US-Krieg [en] in Südjemen bekannt ist.
5যাহোক, অনেক ইয়েমেনি তাদের সন্দেহ প্রকাশ করেছে।Indessen drücken viele Jemeniten ihre Zweifel aus.
6নিচের ভিডিওটিতে [আরবী ভাষায়] বিস্ফোরণের পর সাবাইন রোডের তাৎক্ষণিক অবস্থা দেখানো হয়েছ [সতর্কীকরণ ধ্বংসাত্মক ছবি]।Das folgende Video [ar] zeigt die direkten Auswirkungen der Explosion in der Sabeen Straße in Sana'a. (Vorsicht: Grafisch)
7সাংবাদিক টম ফিন এই দৃশ্যে ছিলেনঃDer Journalist Tom Finn war vor Ort:
8@টমফিন২: সাবাইনে সর্বত্র পুলিশ।@tomfinn2: In Sabeen.
9রাস্তার উপর মাংসের টুকরো ছড়ানো।Überall Polizei, Körperteile auf der Straße verteilt.
10আহত সবাই হাসপাতালে। ‬Alle Verletzten im Krankenhaus.
11@টমফিন২: অ্যাম্বুলেন্সগুলো এখনো সানায় ছুটছে।#yemen @tomfinn2: Krankenwagen rasen weiterhin durch Sana'a.
12ডাক্তাররা বললেন হাসপাতালগুলো পূর্ণ।‬Ärzte sagen die Krankenhäuser sind überfüllt.
13ইয়েমেনের সাম্প্রতিক খবরে আত্মঘাতী বোমায় নিহত কয়েকজনের একটি গ্রাফিক ছবি টুইটবার্তায় দেয়া হয়েছে এবং ইব্রাহিম মনথানা একটি গ্রাফিক ভিডিওতে একটি ওয়েবঠিকানা টুইট করেছেন।#Yemen‬ Jemen Updates twitterte ein sehr drastisches Foto von einigen Soldaten, die beim Selbstmordattentat getötet wurden und Ibrahim Mohana twitterte einen Link zu einem anschaulichen Video.
14বৈরুতে এক ছাত্র কর্মী ফারিয়া আল মুসলিমি মন্তব্য করেনঃFarea Al Muslimi, ein in Beirut ansässiger Studentenaktivist kommentierte:
15@আলমুসলিমি: এটি ইয়েমেনে একটি ভয়াবহ দিন এবং একই সাথে হাদীর [প্রেসিডেন্ট আব্দো রাব্বো মানসুর] জন্য সামরিক বাহিনীকে সুসংগঠিত করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করার একটি সুবর্ণ সুযোগ।@almuslimi: Dies ist ein erschreckender Tag in #Jemen und zugleich die goldene Chance für [Päsident Abdou Rabbo Mansour] #Hadi um dringend überzeugende Maßnahmen zur Umstrukturierung der Armee zu ergreifen.
16প্রেসিডেন্ট হাদী ঐ আক্রমণের পর সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহের এক ভাইপোসহ নিরাপত্তা পরিষদে প্রতিস্থাপনের জন্য একটি আদেশ[আরবী ভাষায়] জারি করেছেন।In der Tat veröffentlichte Präsident Hadi nach der Attacke einen Erlass [ar], der führende Sicherheitsoffiziere ablöst, darunter ein Neffe des ehemaligen Präsidenten Ali Adullah Saleh.
17মাই সালেহ টুইটবার্তায় বলেছেনঃMai Saleh twitterte:
18@এফোরমাই: ইয়েমেনের প্রেসিডেন্ট হাদীর নির্দেশ অনুযায়ী নিরাপত্তা পরিষদের নতুন অধিনায়ক হয়েছেন ফাদহেল আল কাওয়াসি@A4Mai: Fadhel AlQwasi ist auf Anordnung des Präsidenten als neuer Kommandant der zentralen Sicherheit ernannt worden #Hadi #Jemen
19তিনি আরো বলেনঃSie fügt hinzu:
20@A4Mai: তো আম্মারকে [সালেহের ভাইপো] কি বের করে দেয়া হল?@A4Mai: Also ist Ammar [Salehs Neffe] raus?
21এই আদেশ জারি হওয়ার জন্য কি আমাদের এই দুর্যোগ দেখতে হল?Mussten wir so ein Desaster miterleben, um solche Entscheide zu erlassen?
22‪#Yemen‬#Jemen
23ইয়েমেনের সানায় আত্মঘাতী বোমা হামলার স্থান যেখানে কমপক্ষে ৯৬ সৈন্যের প্রাণহানি হয়েছে।Der Schauplatz des Selbstmordattentats in Sana'a, Jemen, welches das Leben von mindestens 96 Soldaten kostete.
24ছবি লিউক সোমার্সের সৌজন্যে, কপিরাইট © ডেমোটিক্স (২১/৫/২০১২)।Foto von Luke Somers, copyright Demotix (21/5/2012).
25যদিও কিছু সংবাদ মাধ্যম প্রচার করেছে যে আল কায়েদা এই হামলার দায়দায়িত্ব নিয়েছে, তারপরও অনেকে আরো কিছু জানার অপেক্ষায় রয়েছে।Obwohl manche Nachrichtenquellen berichtet haben, dass Al Kaida die Verantwortung für das Attentat auf sich nimmt, warten viele darauf, mehr zu erfahren.
26ইয়েমেনের শিক্ষাবিদ গ্রেগরি ডি.Der Jemen-Wissenschaftler Gregory D.
27জনসন মন্তব্য করেছেনঃJohnson kommentierte:
28@গ্রেগরিডিজনসন: ইয়েমেনে আজকের হামলা নিয়ে দয়া করে গুজব কম ছড়ান।@gregorydjohnsen: Bitte streut weniger Gerüchte über das heutige Attentat in Jemen.
29আমি কথা দিচ্ছি, “আমি জানি না” বলতেও কোন সমস্যা নেইEs ist okay „Ich weiß es nicht“ zu sagen.
30আরো প্রমাণ চেয়ে, মাই সালেহ টুইটবার্তা পাঠিয়েছেনঃUnd um mehr Beweise bittend, twitterte Mai Saleh:
31@এফোরমাই: ইয়েমেনে হামলার দায়দায়িত্ব নিয়ে একিউপিএ-এর স্বীকারোক্তিমূলক বার্তায় কি খুশি‬@A4Mai: Ich würde zu gerne die #AQAP Äußerung sehen, in welcher sie die Verantwortung für den Anschlag beanspruchen #Jemen‬
32নিউজ অফ ইয়েমেন রেভল্যুশন ফেসবুক পাতার বার্তা বলা হয়েছে যে বিস্ফোরণের ১২ ঘন্টা পূর্বে, একটি সালেহ-সমর্থিত ফেসবুক পেইজ এই হামলার পূর্ব অনুমান করেছিল এবং একটি ওয়েবঠিকানা পাঠিয়েছিল, যা পরে মুছে দেয়া হয়েছে।Die Facebookseite von “News of Jemen Revolution” postete, dass 12 Stunden vor der Explosion eine pro-Saleh Seite auf Facebook die Explosionen vorhersagte und einen Link bereitstellte, welcher nachträglich entfernt wurde.
33মোহাম্মেদ ভাবছেন আত্মঘাতী বোমা হামলাকারী কিভাবে চোখ এড়িয়ে গেলঃMohammed wundert sich, wie der Attentäter unbemerkt bleiben konnte
34@Yemen4Change: ‪#Yemen‬ | কথা হলঃ আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকসহ সামরিক পোশাক ও বেল্ট পরে ছিল, কেউই দেখে নি@Yemen4Change: ‪#Jemen - es heißt, der Selbstmordattentäter trug eine Militäruniform und einen mit Sprengstoff bepackten Gürtel, NIEMAND HAT DIES BEMERKT?
35? ‪#Sanaa#Sanaa
36ফারিয়া আল মুসলিমির প্রশ্নঃ‬ Währenddessen fragt Farea Al Mislimi
37@almuslimi: সৌদি গোয়েন্দা দিয়ে একিউএপি সম্পর্কে কেন তথ্য দিয়ে কোন সাহায্য করে নি যখন তা আমেরিকায় বোমা হামলার সাথে সম্পর্কিত #আশ্চর্য ‪#YEMEN‬@almuslimi: Wieso hat #Saudi nicht mit Geheimdienstinformationen über #AQAP geholfen, wie zuvor bei den in die #US gesendeten Bomben?
38অনেক দৃষ্টিভঙ্গি ও প্রশ্নের মধ্যে, ইয়েমেনের মানবাধিকার মন্ত্রী হুরিয়া মাশহুর টুইটবার্তা পাঠিয়েছেনঃ#wunderemich #JEMEN Inmitten der Spekulationen und Fragezeichen twittert Jemens Menschenrechtsminister Hooria Mashhour:
39@হুরিয়া মশহুর: মানবতার বিরুদ্ধে এসব অপরাধের বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত হবে।@Hooria_Mashhour: Transparente Ermittlungen sollten für all diese Massenverbrechen gegen die Menschheit veranlasst werden #Jemen‬
40প্রসিদ্ধ ইয়েমেনি কর্মী ও ব্লগার আতাফ আলওয়াজির জনগণকে পুনরাবৃত্তিমূলক সংবাদের চেয়ে গভীরভাবে পর্যবেক্ষণে উৎসাহিত করেছেনঃAtaf Alwazir, ein prominenter Jemen Aktivist und Blogger, ermutigte die Menschen tiefer zu schauen, als die sich wiederholenden Nachrichten:
41@উইমেনফ্রমইয়েমেন: সবসময় খোলা মনে থাকুন এবং সবকিছুকে তার মত করে দেখবেন না।@WomanfromYemen: Behaltet immer einen offenen Verstand und nehmt nicht alles so hin wie es ist.
42কোন ব্যক্তিকে নকল করবেন না।Sei keine Kopieren-Einfügen-Person.
43প্রশ্ন ও বিশ্লেষণ করুন।Frage und analysiere.
44সেজন্য আমাদের একটি মন আছে।Darum haben wir einen Verstand.
45বিস্ফোরণের দিনটি অবশ্যই ইয়েমেন ও সানার সবচেয়ে দুঃখের দিনগুলোর একটি।Der Tag des Anschlags war mit Sicherheit einer der traurigsten Tage Sana'as und Jemens.
46এই হামলা মার্কিন-ইয়েমেনি যৌথ রাজনৈতিক সন্ত্রাস প্রতিরোধ কার্য নিয়ে প্রশ্ন তুলেছে, এবং এই বিতর্ককে আরো তীব্র করেছে যে মার্কিন ড্রোন হামলার ফল হল বিপরীত ও সাধারণভাবে চরমপন্থা।Die Attacke rief viele Fragen bezüglich der Wirksamkeit der US-jemenitischen Anti-Terror-Strategie auf, und schenkt dem Argument Glauben, dass US-Drohnen-Angriffe kontraproduktiv sind und Extremismus schüren.