Sentence alignment for gv-ben-20120719-28743.xml (html) - gv-deu-20120718-10103.xml (html)

#bendeu
1ভারত: নির্যাতনের ভিডিও চাউর, মিডিয়ার নৈতিকতা নিয়ে প্রশ্নIndien: Video eines sexuellen Übergriffes wird viral – fragliche Medienethik
2সম্প্রতি (আসামের) গৌহাটির একটি পানশালার বাইরে প্রায় ২০ জন পুরুষের একটি দলের হাতে একটি ষোলো বছর বয়সী ভারতীয় তরুণীর উৎপীড়নের একটি ভিডিও ১০ই জুলাই, ২০১২ তারিখে ইউটিউবে তুলে দেয়ার পর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।Ein Video, in dem ein 16-jähriges indisches Mädchen vor einer Bar in Guwahati [en] von einer Gruppe von fast 20 Männern belästigt wird, verbreitete sich vor Kurzem viral nachdem es am 10. Juli 2012 bei YouTube hochgeladen wurde.
3এছাড়াও একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে এটি সম্প্রচারিত হয় এবং নেটনাগরিকরা মিডিয়ার নৈতিকতা বিশেষ করে কীভাবে এই খবরটি উচ্চকিত হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করেছে।Es wurde auch von einem regionalen Fernsehsender gezeigt und Netizens haben die Medienethik infrage gestellt, besonders die Art und Weise, wie sich die Nachricht verbreitet hat.
4সীমান্তিক দাওয়েরাহ মনে করেন যে মিডিয়া এবং পুলিশ তাদের দায়িত্ব পালন করেনি এবং তারা আরও দায়িত্বশীল আচরন করতে পারত।Simantik Dowerah [en] denkt, dass die Medien und Polizei verantwortungsvoller handeln sollten und ihre Pflichten nicht erfüllt haben.
5শর্মিলা রাভিন্দর এটিকে জাতীয় লজ্জা আখ্যা দিয়েছেন।Sharmila Ravinder [en] nennt das eine nationale Schande.
6এই খবরটি টুইটারেও অনেক প্রতিক্রিয়া জড়ো করেছে।Die Nachricht erhielt außerdem viele Reaktionen bei Twitter.
7একজন ভারতীয় গৃহিণীর জীবন ও সময় নামক ব্লগ লিখেছে: মর্মে এতটাই আঘাত এবং ঝাঁকুনি খেয়েছি যে বেশি কিছু বলতে পারছি না।The Life and Times of an Indian Homemaker [Das Leben und die Zeit einer indischen Hausfrau] [en] schreibt:
8দয়া করে এই ভিডিওটি (অন এনডিটিভি) দেখুন - আপনার কাছে মনে হবে এই ভিডিওটি প্রকাশ করা হয়তো উচিৎ হয়নি - অথবা ইউটিউবে দেয়ার আগে সম্পাদিত হওয়ার দরকার ছিল।
9কিন্তু এখন তো এটা চাউর হয়ে গিয়েছে, তাই এখন আমাদের এটা দেখা উচিৎ উৎপীড়ক বা ধর্ষকদের চেহারাটা দেখে নেয়ার জন্যে - এইসব পুরুষদের চিহ্নিত, খূঁজে বের করে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্যে।Zu schockiert und erschüttert, um etwas zu sagen. bitte seht euch dieses Video[en] (auf NDTV) an - ihr denkt vielleicht, dass das Video nicht hätte veröffentlicht werden dürfen oder es hätte bearbeitet werden sollen, bevor man es auf YouTube zugänglich macht.
10এছাড়াও এই ব্লগার কিছু দুষ্কৃতিকারীদের স্ক্রীণছবি পোস্ট করেছেন। অনেককে যা ভাবিয়েছে তা হলো পাশে দাঁড়িয়ে থাকা ঘটনার স্বাক্ষীদের কেউই উদ্ধারের জন্যে এগিয়ে আসেনি।Aber jetzt, da es es sich viral verbreitet hat, sollte man es sich ansehen, um die Gesichter der Peiniger und Vergewaltiger zu sehen.
11কোন কোন মন্তব্যকারী প্রশ্ন করেছেন ভারত স্বাক্ষী গোপালদের একটি জাতিতে পরিণত হচ্ছে কিনা।Diese Männer müssen erkannt, gefunden, verhaftet und exemplarisch bestraft werden. Die Bloggerin veröffentlicht auch einige Screenshots der Angreifer [en].
12‘বিবস্ত্র করার সময় আমি কী মেয়েটির উপর কিছুটা আলো পেতে পারি…' ছবির সৌজন্যে ব্ল্যাংকনয়েজ। সিসি বাই-এনসি-এসএWas viele stört, ist die Tatsache [en], dass Passanten den Vorfall sahen, aber niemand half.
13* কেন চিত্রগ্রাহক সাহায্য করার পরিবর্তে দৃশ্যধারণ করছিলেন?Einige Kommentatoren [en] fragten, ob Indien ein Land der Zuschauer wird.
14* ঘটনা ঘটার সময় সম্প্রচার মানের একটি ক্যামেরা এবং সাংবাদিক সঙ্গীকে নিয়ে চিত্রগাহক রাস্তায় কী করছিলেন?Text lautet: “Kann ich etwas Licht auf dem Mädchen haben, wenn du ihr die Kleider vom Leib reißt…” Image courtesy Blanknoise.
15শুধু “ঘটনাক্রমে” সেখানে ছিলেন?CC BY-NC-SA
16* সেখানে কেন তরুণীটির তর্কে জড়িয়ে পড়ার প্রাথমিক ফুটেজ ছিল? ছুটিতে থাকা সাংবাদিকেরা কী তর্কে জড়িয়ে পড়া জনগণের এলোমেলো চিত্রধারণ করে?Berichte behaupten, dass das Opfer einer indigenen Gemeinde angehört und rassistische Gewalt gegen diese ist nicht neu [en].
17প্রতিবেদন থেকে অনুমান করা যায় যে আক্রান্ত মেয়েটি একটি আদিবাসী সম্প্রদায়ভুক্ত এবং তাদের বিরুদ্ধে জাতিগত সহিংসতার নতুন কিছু নয়।
18জনগণের শোরগোল পুলিশকে পদক্ষেপ নিতে বাধ্য করেছে এবং পরবর্তীকালে কিছু গ্রেপ্তার করা হয়েছে।Der große Aufschrei der Öffentlichkeit zwang die Polizei, etwas zu unternehmen und nachfolgend wurden einige Verhaftungen [en] durchgeführt.
19অপরাধের উদ্দীপক হিসেবে অভিযুক্ত এক সাংবাদিক পদত্যাগ করেছেন।Der Reporter, dem vorgeworfen wird, zu der Tat angestiftet zu haben, hat gekündigt [en].
20ঋতু ললিত ভারতের মহিলাদের তাদের অধিকার সম্পর্কে সচেতন এবং তাদের এই ধরনের ঘটনা প্রতিরোধের জন্যে নির্যাতন সহ্য করার অভ্যাস পরিবর্তনের আহবান জানিয়েছেন।Ritu Lalit [en] ruft die Frauen Indiens dazu auf, sich ihre Rechte bewusst zu machen und aufzuhören Misshandlungen zu tolerieren, um Vorfälle wie diesen zu verhindern.
21আমজনতা'তে বিদ্যুৎ যুক্তি দেখিয়েছেন যে জনগণের মধ্যেকার সক্রিয় বা নিষ্ক্রিয় দঙ্গল মানসিকতা হলো একধরনের মানসিক সহিংসতা যা সমাজকে ধ্বংস করে দিচ্ছে।Vidyut [en] argumentiert auf AamJanata, dass die Mob-Mentalität bei Menschen, egal ob online oder offline, eine Art der mentalen Gewalt ist, die die Gesellschaft zerstört.
22ব্লগার বলেছেন:Die Bloggerin sagt:
23সর্বেসর্বা এই আমাদের এখনি স্বীকার করে নিতে হবে যে আমরা আমাদেরই তৈরি একটি বিশ্বে বাস করছি।Alles in allem ist es höchste Zeit zu akzeptieren, dass wir in der Welt leben, die wir schaffen.
24(এখানে) আমরাই শিকার, আমরাই উৎপীড়ক, আমরাই স্বাক্ষী গোপাল দর্শক।Wir sind das Opfer, der Täter, wir sind die Popcorn-Gallerie.”
25উদ্ভ্রান্ত মনের এলোমেলো চিন্তা ব্লগে গ্রেটবং বলেছেন:Greatbong sagt bei “Random Thoughts Of A Demented Mind”:
26যা করা উচিৎ সেটা হলো যে আইনের সর্বোচ্চ এবং দ্রুত প্রয়োগ (যেমন এটি লন্ডনের দাঙ্গার সময় ঘটেছে) করে দুষ্কৃতিকারীদের বিচার করা এবং এটা এবং শুধুমাত্র এটাই ভবিষ্যৎে এই ধরনের ঘটনার জন্যে দৃঢ় অন্তরায় হতে পারে।Was getan werden sollte, ist das die Täter mit allen Möglichkeiten des Gesetzes verfolgt werden und zwar schnell (wie bei den Ausschreitungen in London geschehen), und das, und nur das, kann eine starke Abschreckung für solche Vorfälle in der Zukunft sein.
27অন্য কিছুই নয়।Nichts anderes.