# | ben | deu |
---|
1 | আমি কেন নওরোজ উৎসব পছন্দ করি | Warum ich Nouruz liebe? |
2 | টরি এগারম্যান নওরোজ উৎসবের প্রচলিত রীতিনীতির ব্যাখ্যা দিয়েছেন। | Tori Egherman erläutert die Traditionen des Nouruz und warum sie es liebt. |
3 | এবং তিনি কেন উৎসবটি পছন্দ করেন, তাও বলেছেন। | Foto von Ehsan Khakbaz H. über Flickr (CC BY-ND-SA 2.0) |
4 | এহসান খাকবাজের ফ্লিকার অ্যাকাউন্ট থেকে ছবিটি নেয়া হয়েছে (সিসি বিওয়াই-এনডি-এসএ ২. | |
5 | ০)। পোস্টটি লিখেছেন আরসেহ সেভমের অনুষ্ঠান সমন্বয়ক টরি এগারম্যান। | Verfasst von Tori Egherman, Programmkoordinatorin von Arseh Sevom. |
6 | পোস্টটি প্রথম প্রকাশিত হয়েছে আরসেহ সেভম ওয়েবসাইটে। | Die erste Version davon erschien auf der Website Arseh Sevom. |
7 | নওরোজ ইরানের জন্য একটি চমৎকার সময়। | Nouruz ist die wunderbarste Zeit des Jahres im Iran. |
8 | মহাবিষুবের (যেদিন দিন-রাত সমান) আগের মঙ্গলবারে আতশবাজির মধ্যে দিয়ে নওরোজ উদযাপন শুরু হয়। | Die Feierlichkeiten beginnen am letzten Dienstagabend vor dem Frühlingsäquinoktium [Tagundnachtgleiche] mit Feuerwerken und Feuersprüngen. |
9 | আতশবাজি পুড়িয়ে জনতা চিৎকার করে বলে, আগুনে দূর হয়ে যাক অমানিশার অন্ধকার ও অমঙ্গল বারতা, নওরোজ সবার জীবনে নিয়ে আসুক আনন্দ ও সুস্থতা। | Die Menschen springen über das Lagerfeuer und rufen “Zardiye man az to, Sorkhieh to az man,” was so viel bedeutet wie “Man werfe das Dunkle und Schlechte ins Feuer und empfange Glück und Gesundheit vom Feuer zurück.” |
10 | দু'সপ্তাহব্যাপী চলা উৎসব শেষ হয় পিকনিকের মধ্যে দিয়ে। | Das ganze wird zwei Wochen später mit einem Picknick vollendet. |
11 | ইরান ছাড়াও এই অঞ্চলের অন্যান্য দেশের মানুষজনও নওরোজকে নববর্ষ হিসেবে পালন করে। | Nouruz zeigt den Beginn des neuen Jahres im Iran und in den Nachbarländern an. |
12 | তবে ইরানে উৎসবটি ব্যাপক আকারে পালিত হয়। এ সময়ে নানা শ্রেণি, ধর্ম ও জাতিসত্ত্বার মানুষ পারস্পারিক ভেদাভেদ ভুলে একত্রে উৎসবটি পালন করে থাকেন। | Die Feierlichkeiten im Iran sind umgeben von Freude und Tatkraft, ein kultureller Ausdruck, der die Menschen unabhängig vom sozialen Status, der Ethnie und der Religion zusammenführt. |
13 | দু'সপ্তাহের ছুটি সবাই যে একইভাবে উদযাপন করেন, তা কিন্তু নয়। | Die Feierlichkeiten in den zwei Wochen der Ferienzeit nicht zu zelebrieren ist undenkbar. |
14 | অন্য সব অভাবনীয় উপায়েও উদযাপন করা হয়ে থাকে। | Als ich im Iran gelebt habe, waren die Nouruzferien geradezu einladend. |
15 | আমি ইরানে থাকার সময়ে নওরোজকে সাদরে বরণ করে নেয়ার উত্সব হিসেবে দেখেছি। দু'সপ্তাহের জন্য তারা আমাকে একজন ইরানিয়ান হিসেবেই দেখেছেন। | Damit meine ich, dass diese zwei Wochen mir ermöglicht haben, einmal im Jahr für zwei Wochen Iranerin zu sein. |
16 | কোনো ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া ছাড়াই আমাকে রুমে ঢুকতে দিয়েছেন। | Sie gaben mir die Möglichkeit zu feiern, ohne dass ein Teil von mir dies verneinte. |
17 | নওরোজ উদযাপন সবার জন্য উন্মুক্ত। | Die Tradition der Nouruzferien ist offen und einladend. |
18 | এজন্য কোনো কিছুতে বিশ্বাস রাখতে হবে এমন নয়। | Es wird nicht nach dem Glauben oder der Konfession gefragt. |
19 | ব্যক্তিগত এবং উন্মুক্তভাবে উৎসবটি পালন করা হয় বিধায়, যে কেউ উৎসবটি উপভোগ করতে পারেন। | |
20 | সাধারণত মার্চের ২১ তারিখে মহাবিষুবের দিনে নওরোজ উৎসব পালন করা হয়ে থাকে। | Die Feierlichkeiten finden privat als auch öffentlich statt und bringen viel Freude für jeden mit. |
21 | মহাবিষুব সারা পৃথিবী জুড়ে একই সময়ে সংঘটিত হয়। | Nouruz findet im Moment des Äquinoktiums statt, meistens am 21. |
22 | তাই এ সময়ে বছর পরিবর্তন হয়। | März. |
23 | লস অ্যালেঞ্জসে যখন রাত ৩টা, তেহরানে তখন বেলা আড়াইটা। এ সময়ে নতুন বর্ষ শুরু হয়। | Sobald das Äquinoktium auf der ganzen Welt zeitgleich auftritt, steht der Jahreswechsel auf der ganzen Welt bevor. |
24 | নতুন বছর উদযাপনের নানা ঐতিহ্য রয়েছে। | |
25 | এ সময়ে তারা ঘরদোর পরিষ্কার করেন, দান-খয়রাত করেন, নতুন কাপড়-চোপড় কেনেন, উপহার প্রদান এবং বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের বাড়িতে দেখা করতে যান। | |
26 | বেশিরভাগ পরিবারই তাদের বাড়িঘর হাফতসিন (সাতটি এস) দিয়ে সাজান। | Egal, ob es drei Uhr früh in Los Angeles oder 14 Uhr 30 Mittags in Teheran ist: Das neue Jahr beginnt. |
27 | টেবিলে যতো আইটেম থাকে, তাদের সবগুলোই ‘এস' দিয়ে শুরু। টেবিলের আইটেমগুলোতে নতুন বছরের সাধারণ থিমগুলো থাকে। | Es gibt allerlei Tradtionen rund um den Jahreswechsel, wie beispielsweise der Frrühjahrsputz, Wiedergutmachungen, neue Kleider zu kaufen, Geschenke zu verteilen sowie Freunde und Familienangehörige zu besuchen. |
28 | যেমন: নব জীবন, প্রজ্ঞা, স্বাস্থ্য ও সমৃদ্ধি। | Viele Familien dekorieren Ihre Häuser mit dem haft sin (Sieben “S”). |
29 | আপনি সাধারণত স্প্রাউট, পুডিং, কয়েন, ডিম-সহ আরো কিছু আইটেম দেখতে পাবেন। | Ein Tisch, der bestückt ist mit allerlei Dingen, die mit dem Buchstaben “S” beginnen. |
30 | আপনি যদি নওরোজ উৎসব নিয়ে আরো কিছু জানতে চান, তাহলে গুগলে অনুসন্ধান করুন। | Diese Gegenstände repräsentieren die Neujahrsthemen wie Erneuerung, Klugheit, Gesundheit und Erfolg. |
31 | দেখবেন নওরোজ সম্পর্কে একগাদা তথ্য আপনার সামনে হাজির হয়েছে। | Meistens gibt es Rosenkohl, Pudding, Münzen, Eier und andere Sachen. |
32 | শিক্ষার্থীদের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন পিডিএফ আকারে দেয়া আছে। | Wenn Sie mehr Infos über die Traditionen des Nouruz haben möchten, reicht eine Internetrecherche aus und man findet zahlreiche Antworten. |
33 | তাছাড়া এই লিংকে সিজদেহ বেদার সম্পর্কে বলা আছে। | Die Harvard University gestaltete eine PDF-Anleitung für Lehrende. |
34 | এটি এক ধরনের পিকনিক। এর মধ্যে দিয়েই দু'সপ্তাহব্যাপী চলা নওরোজ উৎসব শেষ হয়ে যায়। | Dieser Link bietet eine Übersicht für das Sizdeh Bedar, das Picknick welches offiziell in den letzten zwei Ferienwochen des Nouruz stattfindet. |
35 | যারা যারা নওরোজ উদযাপন করছেন, তাদের সবাইকে শুভ নববর্ষ। | So nun allen die Norooz feiern: Ein frohes neues Jahr. |
36 | আর যারা নওরোজ উদযাপনে যোগ দেননি, তাদেরকে বলছি, উদযাপনে যোগ দেয়ার সময় কিন্তু ফুরিয়ে যায়নি। | Die, die es nicht feiern: Es ist nicht zu spät damit anzufangen! |