Sentence alignment for gv-ben-20140402-42550.xml (html) - gv-deu-20140405-19306.xml (html)

#bendeu
1জাপানের তিমি শিকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তে অস্ট্রেলিয়ার উল্লাসAustralier begrüßen Urteil gegen Japans Walfänger Walfangschiff Nisshin Maru legt in Kagoshima, Japan an. Foto: wdeon.
2জাপানের কাগোশিমা সিটিতে বিশ্রাম নিচ্ছে তিমি শিকারের জাহাজ নিশিন মারু।Shutterstock Alle Links in diesem Artikel führen zu englischsprachigen Webseiten.
3ছবি সাটারস্টকের ওয়েডিওন-এর।Die Nachricht, dass der Internationale Gerichtshof (IGH) am 31.
4März 2014 gegen Japans sogenannten “Walfang zu wissenschaftlichen Zwecken” im Südlichen Ozean entschieden hat, wurde in den australischen sozialen Medien mit Freude vernommen.
5……[এ ক্ষেত্রে] “এমন কোন প্রমাণ নেই যে জাপান এই বিষয়টি পরীক্ষা করে দেখেছে যে সম্মিলিত ভাবে খানিকটা কম প্রাণঘাতি উপায়ে কাজ করা সম্ভব এবং প্রাণঘাতি নয় এমন কোন মাধ্যমের দ্বারা নমুনা যাচাই-এর পরিমাণ বৃদ্ধি করেছে ”।Der IGH hatte Bedenken, weil: …“es keine Hinweise gäbe, dass Japan prüfe, ob es realisierbare wäre, weniger Tiere zu töten und mehr Lebendproben zu nehmen.”
6……[এবং এই বিষয় সম্বন্ধে] “এই কর্মসূচির জন্য উন্মুক্ত যে সময়সূচী ছিল, এখন পর্যন্ত তা খুব সামান্য বৈজ্ঞানিক সফলতার মুখ দেখেছে এবং অ্যান্টার্টিক মহাসাগর বিষয়ক কর্মসূচির ক্ষেত্রে আভ্যন্তরীণ [জাপানি গবেষণা কর্মসূচি] এবং অন্য আন্তর্জাতিক গবেষণামূলক কর্মসূচির মধ্যে সহযোগিতার অভাব রয়েছে”।…und wegen “des offenen Endes des Programms, seines bisher eingeschränkten wissenschaftlichen Nutzens und der mangelnden Kooperation zwischen [dem japanischen Forschungsprogramm] und anderen heimischen als auch internationalen Forschungsprogrammen im Antarktischen Ozean.” J.
7আন্তর্জাতিক প্রাণী কল্যাণ তহবিলের জে সি বুভিয়ের তার স্টোরিফাই এর কাহিনী (ওয়েবে আসা ঘটনার বিভিন্ন অংশ নিয়ে তৈরী করা প্রবন্ধ) দিয়ে অন্যদের প্রচুর সময় বাঁচাচ্ছে [এর মধ্যে লেখকও অর্ন্তভুক্ত]:C. Bouvier vom internationalen Tierschutzfond sparte sich und anderen [den Autor dieses Beitrags eingeschlossen] viel Zeit, indem er seine Storify-Aufzeichnung teilte:
8আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত, জাপানের বৈজ্ঞানিক তিমি শিকার বিরুদ্ধে আদেশ জারির সংবাদ-এর বিস্তারিত জানুন স্টোরিফাই-এIGH fällt Urteil über Japans wissenschaftlichen Walfang. @storify Zusammenfassung.
9২০১১ সালে অস্ট্রেলিয়ার প্রাক্তন লেবার সরকার, জাপানকে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে নিয়ে যায়।2010 brachte die ehemalige Arbeiterregierung Japan vor den IGH.
10কেউ কেউ দ্রুত স্মরণ করেছে যে বর্তমান প্রধানমন্ত্রী টনি এ্যাবোট-এর দল এই আইনী চ্যালেঞ্জের বিরোধিতা করেছিল: এই বিষয়টি স্মরণে আছে কি?Einige erinnerten Premierminister Tony Abbott sogleich an die ablehnende Haltung seiner Partei gegenüber des Rechtsstreits:
11এ্যাবোট তিমি শিকারের বিরুদ্ধে করা এই আইনী লড়াই প্রত্যাখান করেছিল।Erinnert ihr euch? - Abbott lehnt Rechtsweg bei Walfang ab.
12সে সময়টায় পরিবেশমন্ত্রী মিডনাইট ওয়েল-এর শক্তিশালী প্রতীক পিটার গ্যারেট নিঃসন্দেহে খুবই আনন্দিত ছিলেন:Der damalige Umweltminister, Midnight Oil-Rockikone Peter Garrett, war offensichtlich zufrieden:
13অবশেষে, পরিবেশবাদী দল এবং নাগরিকদের অভিনন্দন যারা এই অসাধারণ প্রাণীদের রক্ষায় অক্লান্ত প্রচারণা চালিয়ে গেছে।Endlich, Glückwunsch an alle Umweltgruppen: Bürger, die unermüdlich dafür eingetreten sind, diese großartigen Wesen zu schützen.
14তবে সকলে বিশ্বাস করে না যে এখানেই এর পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে:Nicht jeder vertraut darauf, dass dies das Ende sein wird:
15এখন জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কি ভুয়া বৈজ্ঞানিক গবেষণার আড়ালে অবৈধ এবং হীন বাণিজ্যিক তিমি শিকার বন্ধ করবে?Also, @JPN_PMO, wirst du nun deinen illegalen und verwerflichen kommerziellen #Walfang unter falschen Vorwänden sein lassen?
16সিশেপার্ড-এর উপকূল স্বেচ্ছাসেবক মিশ টি “আজ অতিরিক্ত লাফাচ্ছে” এবং উদযাপন করার জন্য নিজের এক বিশেষ ছবি তুলতে ভুল করেনি:An Land hatte #SeaShepherd-Freiwilliger Mish T “heute besonders viel Energie” und ließ es sich nicht nehmen, zur Feier des Tages einen Schnappschuss von sich selbst zu machen:
17আমাদের কাজ কোনদিন শেষ হবে না কিন্তু জয় মধুর।Unsere Arbeit ist nie getan, aber jeder Sieg ist süß!
18নিউজিল্যান্ড এই মামলায় হস্তক্ষেপ করেছিল যাতে নিউজিল্যান্ডের গ্রিনপিস এই বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে।Neuseeland hatte sich bei dem Prozess eingebracht, weshalb Greenpeace Neuseeland viel zu Feiern hatte.
19তাদের ছবি শত শত বার পুনরায় টুইট করা হয়েছে।Ihr Logo wurde hunderte Male weitergeleitet.
20অ্যান্টার্টিক-এ তিমি শিকারের উপর আরোপিত নিষেধাজ্ঞা জাপান মেনে নিয়েছে।Japan nimmt richterliche Untersagung des antarktischen Walfangs an.
21এটা নিশ্চিত যে অস্ট্রেলিয়াতেও তিমি শিকারের পক্ষের লোক রয়েছে, কিন্তু যদি তাই হয়, তবে তারা এই মূহুর্তে দৃশ্যমান নয়, এখন এই ঘটনায় জাপান কি ধরনের প্রতিক্রিয়া প্রদর্শন করে, তা হবে বেশ কৌতূহলজনক।Während es Leute in Australien geben muss, die für den Walfang sind, sind sie wohl auf den sozialen Medien wahrhaftig untergegangen. Es wird interessant sein, Japans Reaktion abzuwarten.