# | ben | deu |
---|
1 | গ্লোবাল ভয়েসেস ও ইনফোআমাজনিয়া এর সহযোগিতামূলক কার্যক্রম | Global Voices ist Partner von InfoAmazonia |
2 | আমাজন রেইনফরেস্ট নিয়ে গ্লোবাল ভয়েসেসের গল্পগুলো এখন একটি নতুন ধারার দৃশ্যের মাধ্যমে ইনফোআমাজনিয়া. | Alle Links in diesem Artikel führen, soweit nicht anders gekennzeichnet, zu englischsprachigen Webseiten. |
3 | অর্গ ওয়েবসাইটে একটি মানচিত্রের আকৃতিতে সহজেই পাওয়া যাবে। একটি প্রতিষ্ঠিত প্রচার সহযোগিতা কার্যক্রমের মধ্য দিয়ে ইনফোআমাজনিয়ার বিশেষ মানচিত্র সাম্প্রতিক নাগরিক মাধ্যমে আপডেট করা হচ্ছে। | Eine neue Form der Visualisierung der Beiträge von Global Voices über den Amazonas-Regenwald ist als Landkarte auf der Webseite InfoAmazonia.org verfügbar. |
4 | গ্লোবাল ভয়েসেসের সাহায্যে ইংরেজি, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় আমাজন সম্পর্কে জানা যাবে। | Im Rahmen einer Partnerschaft stellt InfoAmazonia eine interaktive Karte bereit, die mit den Beiträgen der Bürgermedien von Global Voices zum Amazonas auf Englisch, Portugiesisch und Spanisch aktualisiert wird. |
5 | প্ল্যাটফর্মটি ইন্টারনিউজ এবং ব্রাজিলের পরিবেশ বিষয়ক ওয়েবসাইট, ও ইকো [পিটি] এর একটি প্রজেক্ট, যেটি ২০১২ সালের জুন মাসে অনুমোদনযোগ্য উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত জাতিসংঘের রিও+২০ সম্মেলনে উদ্বোধন করা হয়। | Die Plattform ist ein Projekt von Internews und der brasilianischen Umweltseite O Eco [pt] und wurde im Juni 2012 anlässlich der Konferenz der Vereinten Nationen über nachhaltige Entwicklung Rio+20 eingerichtet. |
6 | এটি “বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চলের বৈশ্বিক প্রভাব বোঝাপড়ার পরিধি বাড়াতে সাহায্য” করতে সংকল্প করেছে। এটি আমাজন রেইনফরেস্টে পরিবেশের পরিবর্তনের ওপর বিভিন্ন তথ্য এবং বিশেষ দ্রব্য সংগ্রহ করে কাজ করবেঃ | Sie hat zum Ziel, das “Verständnis der globalen Wirkung auf diese wichtige Region der Welt” zu erweitern und sammelt dazu Artikel und Daten zu Umweltveränderungen im Amazons-Regenwald: |
7 | আপডেট পাবার জন্য টুইটারে ইনফোআমাজেনিয়া অনুসরণ করুনঃ ইনফোআমাজেনিয়া। | Für Neuigkeiten folgt InfoAmazonia auf Twitter: @InfoAmazonia. |
8 | ইনফোআমাজনিয়া হুমকির সম্মুখীন আমাজন এলাকার সময়োপযোগী রিপোর্ট এবং খবর প্রদান করে থাকে। | InfoAmazonia stellt zeitnah Nachrichten und Berichte über die gefährdete Amazonasregion zur Verfügung. |
9 | বেশ কিছু সংস্থা এবং সাংবাদিকদের জন্য এটি একটি মেলবন্ধন। তাঁরা নয়টি দেশে বিস্তৃত এই বন থেকে নতুন নতুন খবরাখবর সংগ্রহ করে থাকে। | Ein Netzwerk von Organisationen und Journalisten liefert Neuigkeiten aus den neun Ländern, in die der Wald ragt. |
10 | ব্যবহৃত তথ্যগুলো ডাউনলোডের জন্য মুক্তভাবে সচরাচর পাওয়া যাবে এবং এই তথ্যগুলো বার বার আপডেট করা হবে। | Die genutzten Daten können jederzeit kostenlos runtergeladen werden und werden regelmäßig aktualisiert. |
11 | গল্প এবং তথ্যগুলোর মধ্যে তুলনা করার উদ্দেশ্য হচ্ছে আমাজন এলাকার বিভিন্ন ইস্যু সম্পর্কে জনগণের ধারনার উন্নয়ন ঘটানো। | Der Vergleich von Geschichten und Daten soll die Wahrnehmung der Probleme in der Amazonasregion verbessern. |
12 | বিশ্বের অন্যতম একটি জীববৈচিত্র্য পূর্ণ এলাকা হচ্ছে আমাজন এলাকা। এটি কার্বন ডাই অক্সাইড শোষণের মাধ্যমে জলবায়ুর পরিবর্তনকে বাঁধাগ্রস্ত করছে। | Die Amazonasregion ist eine der artenreichsten Gebiete der Erde und begrenzt den Klimawandel dadurch, dass sie CO2 schluckt. |
13 | এই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা সত্ত্বেও এখনও অঞ্চলটি তীব্র পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। | Trotz ihrer Bedeutung steht die Region jedoch vor akuten Herausforderungen für die Umwelt. |
14 | জাতিসংঘের আন্তর্জাতিক বন বর্ষ (২০১১) এর জন্য তৈরিকৃত, ফরেস্ট ফোকাসঃ অ্যামাজন নামক বিশেষ কভারেজ পাতায় গ্লোবাল ভয়েসেস রিপোর্ট করেছেঃ | So berichtete Global Voices in der Sonderberichterstattung auf der Seite Wald im Brennpunkt: Der Amazonas im Rahmen des Internationalen Jahres der Wälder (2011) der Vereinten Nationen: |
15 | প্রায় ৩০ মিলিয়ন লোক এবং ৩৫০ দেশীয় ও পৌত্তলিক গোষ্ঠী গাছ কেটে অ্যামাজন রেইনফরেস্ট এলাকায় বেশ প্রভাব ফেলছে। | In der Region des Amazonas-Regenwaldes, beeinflusst Abholzung das Leben von rund 30 Millionen Menschen und 350 indigenen Gruppen. |
16 | যেহেতু বর্ধিত জনসংখ্যা এই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের উপর হুমকি বাড়িয়েই চলেছে, তাই এখনও অ্যামাজন এবং এর মতো অন্যান্য বনগুলো সভ্যতার কারনে দ্রুত মারাত্মকভাবে আহত হচ্ছে। | Und dennoch fällt der Amazons, wie andere Wälder auch, der Zivilisation zum Opfer und zunehmende Bevölkerungszahlen gefährden in immer größerem Ausmaß diese bedeutsamen Biome. |
17 | সাম্প্রদায়িক সেবার একটি প্ল্যাটফর্ম | Eine Plattform, die der Gemeinschaft dienen soll |
18 | প্রকল্প সমন্বয়কারী এবং নাইট ইন্টারন্যাশনাল জার্নালিজম এর ফেলো গুস্তাভো ফালেইরোস আমাজনকে মানচিত্রের মাধ্যমে এবং দৃশ্যগতভাবে তুলে ধরতে নাগরিক মাধ্যম সম্প্রদায়কে সাহায্যের প্রস্তাব করার সময় গ্লোবাল ভয়েসেসের দলকে বলেছেন, “আমাদের একটি সহায়ক যন্ত্র হিসেবে ব্যবহার করুন”: | “Benutzt uns als Hilfsmittel”, sagt der Projektkoordinator und Knight International Journalism Fellow Gustavo Faleiros zum Global Voices-Team und bietet der Bürgermediengemeinschaft seine Hilfe in Form von Kartierungen und Datenvisualisierung des Amazonas an: |
19 | মানচিত্র এবং দৃশ্যগতভাবে প্রকাশ করতে, আমরা আপনাদের টেবিল হতে চাই। | Wir wollen euch ein Arbeitstisch für Karten und Visualisierungen sein. |
20 | আমরা চ্যালেঞ্জটি গ্রহন করেছি এবং আমাদেরকে একটি মানচিত্র এঁকে দিতে ইনফোআমাজনিয়া কে আমন্ত্রণ জানিয়েছি। | Wir nahmen die Herausforderung an und baten InfoAmazonia, uns eine Karte zu erstellen, in denen die Grenzen, die durch das Amazonasgebiet verlaufen, eingezeichnet sind. |
21 | ব্রাজিলে একটি প্রস্তাবের অনুমোদন সম্পর্কে গত জুলাইয়ে প্রকাশিত গ্লোবাল ভয়েসেসের গল্পের জন্য মানচিত্রটিতে বৈধ আমাজনিয়া এর সীমানা চিহ্নিত করা থাকবে। প্রস্তাবটি অনুমোদনের মাধ্যমে এই এলাকাতে প্রথমবারের মতো আঁখ চাষের দ্বার উম্নোচিত হয়েছে। | Diese Karte sollte einem Global Voices-Beitrag dienen, in dem über die Bestätigung eines Gesetzes berichtet wurde, das erstmalig den Rohrzuckeranbau in einer Region erlauben würde, die geografische Räume des Amazonaswaldes, der tropischen Savanne Cerrado [de] und des Sumpfgebiets Pantanal [de] gefährden würde. |
22 | এটি আমাজন বনের গ্রীষ্মমন্ডলীয় বৃক্ষহীন প্রান্তর (বিশেষ করে আমেরিকার গ্রীষ্ম প্রধান অঞ্চলে) সেরাডো এবং জলাভূমি প্যান্টানাল প্রভৃতি ভৌগোলিক এলাকাকে অন্তর্ভুক্ত করেছে। | Fünf weitere Berichte von Global Voices wurden seit Juni bereits in der Plattform InfoAmazonia eingezeichnet. Dies alles ist ein wichtiger Schritt für unseren Datenjournalismus aus Lateinamerika. |
23 | জুন থেকে এ পর্যন্ত গ্লোবাল ভয়েসেসের আরও পাঁচটি গল্প মানচিত্রের মধ্য দিয়ে ইনফোআমাজনিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে, যেটি আমাদের সম্প্রদায়ের জন্য লাতিন আমেরিকার তথ্য সাংবাদিকতা আরও এক ধাপ সামনে এগিয়ে যাওয়ার পরিচয় বহন করে। | |
24 | ওয়েবসাইটের সাবমিশন টুল এর মাধ্যমে বিভিন্ন তথ্য, গল্প এবং ভৌগোলিক সমপর্যায়ের যেকোন বস্তু শেয়ার করার জন্য যেকোন কাউকে ইনফোআমাজোনিয়া আমন্ত্রণ জানাচ্ছে। | InfoAmazonia läd dazu ein, Daten, Geschichten und geografische Koordinaten über das Einsendeformular der Webseite zu teilen. |
25 | প্রকাশকের সংগৃহীত বর্তমান মানচিত্রকে বিভিন্ন শ্রেনীতে ভাগ করা হয়েছে, যেমন সুরক্ষিত এলাকা এবং দেশীয় জমি, বনভূমি ধ্বংস, তেল ও গ্যাস ইত্যাদি। | Bestehende Karten und Kategorien wie unter anderem Schutzgebiete und Land indigener Bevölkerung, Abholzung, Öl und Gas können auch in andere Seiten über ein Steuerelement eingebettet werden. |
26 | অন্যান্য বিষয়গুলিও একটি শেয়ারিং উইজেট ব্যবহার করে অন্য পাতায় স্থাপন করা সম্ভব হবে। | |