# | ben | deu |
---|
1 | জামিনে মুক্তি পেল মিশরীয় ব্লগার আলা আব্দেল ফাত্তাহ | Video: Ägyptischer Blogger Alaa Abdel Fattah kommt gegen Kaution frei |
2 | | Sobald Alaa Abdel-Fattah gegen eine Kaution freikam, rannte er in die Arme seiner Frau und zu all den vielen enthusiastischen Freunden und Aktivisten, die vor der Polizeiwache in Kairo gewartet hatten. |
3 | প্রখ্যাত মিশরীয় ব্লগার আলা আব্দেল ফাত্তাহ ১১৫ দিন কারাগারে কাটানোর পর তার স্থগিত হয়ে থাকা মামলায় আজ জামিনে মুক্তি পেয়েছে-যার বিরুদ্ধে নতুন বিক্ষোভ বিরোধী আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। | Der namhafte ägyptische Blogger Alaa Abdel-Fattah war 115 Tagen in Haft, ohne dass er einem Gericht vorgeführt wurde und wurde gegen Kaution am 23. März 2014 freigelassen. |
4 | এই পুরো সময় জুড়ে, কোন ধরনের শুনানির অধিকার না দিয়ে আব্দেল ফাত্তাহকে কারাগারে আটকে রাখা হয়। | Am 6. April wird ihm der Prozess gemacht. Am 28. |
5 | মোহাম্মদ সালমানির পোস্ট করা এই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ থানা ত্যাগ করার পর আব্দেল ফাত্তাহকে তার পরিবারের লোকজন ও বন্ধুরা স্বাগত জানাচ্ছে: | November 2013 war Abdel-Fattah zu Hause in Kairo aufgesucht, brutal geschlagen und verhaftet worden, vorgeblich da er ein neues Demonstrationsrecht gebrochen habe. |
6 | আর গালাল আমর এই ছবিটি প্রদর্শন করেছে, যেখানে দেখা যাচ্ছে যে তার স্ত্রী মানাল হাসান তাকে আলিঙ্গন করছে: | Er wird beschuldigt, die Proteste unter dem Motto “Nein zu Militärprozessen für Zivilbürger” organisiert zu haben. |
7 | আলা আব্দেল ফাত্তাহ মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পরআব্দেল ফাত্তাহ তার প্রথম টুইটে তার কর্মকাণ্ড চালিয়ে যাবার প্রত্যয় ব্যাক্ত করেছেন [আরবী ভাষায়]: | Dieses Video, hochgeladen von Mahmoud Salmani, zeigt, wie Abdel Fattah von seiner Familie und Freunden willkommen geheißen wird, als er die Polizeistation verlässt: |
8 | | Galal Amr teilt dieses Foto, das Abdel Fattah zeigt, der seine Ehefrau Manal Hassan umarmt: |
9 | “আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাব..” | Alaa Abdel Fattah (@alaa) ist frei. |
10 | নাদিনে মারোউশি এই টুইটের অনুবাদ করেছে: | In seiner ersten Twitternachricht nach der Entlassung gelobt Abdel Fattah “weiterzumachen” [ar]: |
11 | আরো ভালো অনুবাদ করা, “আমরা ডোকো দিয়ে বাতাসে রঙ করি। | Wir werden weitermachen. |
12 | এটা সত্যি যে এরপর আমরা নির্যাতিত হই। | Nadine Marroushi übersetzt den Tweet: |
13 | কিন্তু তারপরেও আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাব”। | Eine bessere Übersetzung lautet also “Wir haben die Luft mit Duku angemalt. |
14 | মিশরীয় আঞ্চলিক ভাষায় ডোকো মানে হচ্ছে দেওয়ালে রঙ ছিটানো। | Stimmt, die haben uns danach dafür drangekriegt, aber wir werden weitermachen”? |
15 | আব্দেল ফাত্তাহ ছাড়াও আহমেদ আব্দেল রাহমানকে আজ মুক্তি প্রদান করা হয়েছে। | Duku ist Sprühfarbe im ägyptischen Dialekt. Neben Abdel Fattah wurde auch Ahmed Abdel Rahman heute freigelassen. |
16 | আব্দেল রাহমান যে কিনা বিক্ষোভে সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিল, সেখানে পুলিশ দ্বারা যৌন নির্যাতনের শিকার কয়েকজন মেয়েকে সাহায্য করার জন্য তাকেও আব্দেল ফাত্তাহ-এর সাথে গ্রেফতার করা হয়। | Abdel Rahman, der an der Demonstration vorbei kam, wurde mit Abdel Fattah verhaftet, als er versuchte, einigen Mädchen zu helfen, die von der Polizei belästigt wurden. |
17 | টুইটারে পুরোমাত্রায় উদযাপন চলছে। | Auf Twitter ist die Feier in vollem Gange. |
18 | আব্দেল ফাত্তাহ-এর খালা আহদাফ সাউফি উল্লাসের সাথে বলছেন: | Abdel Fattahs Tante ruft: |
19 | আলার মুক্তিতে টুইটার আনন্দে ফেটে পড়েছে। | Twitter platzt vor Freude über die Freilassung von @alaa. |
20 | আমার ল্যাপটপের এখন বিশ্রাম প্রয়োজন। | Mein Laptop braucht eine Pause. |
21 | আব্দেল ফাত্তাহর বোন মোনা সেইফ, তার ভাইয়ের মুক্তির সংবাদ উদযাপন করছে এই বলে: | Abdel Fattahs Schwester Mona Seif feiert die Heimkehr ihres Bruders und sagt: |
22 | আলা এবং আহমেদ আবার রাস্তায়… এটা বিশ্বের অন্যতম মহান এক বাক্য। | Alaa und Ahmed stehen wieder auf dem Asphalt… der großartigste Satz des Universums. |
23 | মুক্তির আদেশ সত্বেও, আব্দেল ফাত্তাহকে নেওয়ার জন্য পরিবারকে পুলিশ থানার সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। | Trotz des Freilassungsbescheids musste Abdel Fattahs Familie stundenlang vor der Polizeistation warten, um ihn abzuholen. |
24 | সেইফ এই যন্ত্রণাকর ঘটনার বিষয়টি বর্ণনা করছে: | Seif beschreibt die Tortur: |
25 | আমরা পুলিশ সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে ছিলাম এবং তাদের দেরি করার কারণ বুঝতে পারছিলাম না। | Wir warten immer noch vor der Direktion und verstehen nicht den Grund für die Verspätung. |
26 | কয়েকজন সাংবাদিক আমাদের এই বিষয়টি জানানোর জন্য ডাকল যে তাদের সোর্স তাদের জানিয়েছে বন্দীদের আগামীকাল মুক্তি প্রদান করা হবে। | Da sind Journalisten, die rufen uns an und sagen, ihre Quellen behaupteten, sie kommen erst morgen frei! Wir haben aber alle Formalitäten erledigt! |
27 | এবং সে যোগ করেছে: | Und sie fügt hinzu: |
28 | জামিনের অর্থ প্রদান করা হয়েছে এবং সরকারি ও পুলিশ থানার সকল আমরা আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করেছি আর আহমেদ আব্দেলরাহমান পুলিশের গাড়িতে এলাকা ত্যাগ করেছে তবে তার আগে তাকে দীর্ঘ সময় পুলিশ থানায় বসে থাকতে হয়েছে। | Die Kautionen wurden bezahlt und die Formalitäten mit der Staatsanwaltschaft und der Polizeistation erledigt. Ahmed Abdelrahman ist aus dem Polizeiauto gekommen und ist seit Ewigkeiten in der Polizeistation. |
29 | কেনই বা দেরি হচ্ছে, আর কেনই বা প্রতিটি পদক্ষেপে এত লালফিতার দৌরাত্ম্য? | Warum diese Verspätung und warum stockt es bei jedem Schritt? |
30 | এই মামলার শুনানি ৬ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। | Der Fall wurde bis zum 6. April vertagt. |