# | ben | deu |
---|
1 | আলোকচিত্র: #এবি১৪ থেকে বিশ্বকে একটি বার্তা | FOTOS: Botschaft an die Welt von #AB14 |
2 | এখানে দেখতে পাওয়া আলোকচিত্রগুলো জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত আরব ব্লগারদের সভা ২০১৪ থেকে আমের সুইডেন তুলেছেন। | Die hier veröffentlichten Bilder hat Amer Sweidan während des 2014 Arab Bloggers Meeting in Amman, Jordanien aufgenommen. |
3 | নীচে আমের প্রকল্পের সহযোগিতার প্রক্রিয়াটি বর্ণনা করেছেন। | Amir erklärt hier die Einzelheiten des Projekts. |
4 | আরব ব্লগারদের সভায় কয়েকজন শিল্পী একটি ছোট মাথা খাটানো সেশনের আয়োজন করেছিলেন। | Einige Künstler haben sich auf dem Arab Bloggers Meeting zur Ideenfindung in einer kleinen Runde zusammengesetzt. |
5 | এর উদ্দেশ্য ছিল, সভার শেষ দিনে একটি শিল্প সহযোগীতা প্রকল্প উপস্থাপন করা। | Ziel war es, ein kollektives Kunstprojekt zu schaffen, das am letzten Tag des Treffens vorgestellt werden sollte. |
6 | তখনই আলোকচিত্র সিরিজের ধারণা আলোর মুখ দেখে। | So kristallisierte sich aus der Runde die Idee einer Fotoserie heraus. |
7 | “সমতা এবং ন্যায়বিচার” | Gleichberechtigung und Gerechtigkeit |
8 | এই প্রকল্পের ধারণা ছিল, পরিবর্তনের জন্য বিভিন্ন বার্তা প্রকাশ, আমাদের কণ্ঠের সম্মিলন করা এবং আমাদের পার্থক্য থাকা সত্ত্বেও আমরা যে একই সম্প্রদায় তা দেখানো। | Die Idee des Projekts war es, gemeinsam unsere Stimmen zu erheben, verschiedenen Rufen nach Wandel Ausdruck zu verleihen und zu zeigen, dass wir trotz unserer Unterschiede eine Gemeinschaft sind. |
9 | “বিপ্লব হয় ব্যক্তিগত ভাবে” | Die Revolution ist persönlich. |
10 | আমি প্রতিটি অংশগ্রহণকারীকে একটি বিবৃতিতে লিখতে আহ্বান জানই, যেটিতে সাংবাদিক, ব্লগার বা কর্মী হিসেবে তাদের সংগ্রাম বা আশাকে প্রতিফলিত করবে। | Ich bat jeden Teilnehmer, eine Aussage zu formulieren, die ihre Mühen und Hoffnungen als Journalist, Blogger oder Aktivist widerspiegeln. |
11 | পরবর্তীতে, আহমেদ আসেরি ক্যালিওগ্রাফিক পদ্ধতিতে এগুলো লিখেছেন। | Später schrieb sie Ahmed Asery in Kalligraphie. |
12 | “কেবলমাত্র আমারাই সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিই, আর কেউ নয় “ | Wir sind es, die die Regierung herausfordern und nicht umgekehrt. |
13 | আলোকচিত্রের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, বিষয়টির ভাবনার সঠিক প্রকাশ এবং এটি শক্তিশালী ও ভাবপূর্ণ পোর্ট্রেট তৈরির জন্য তাদের মুখের উপর প্রতিফলিত করা। | Die größte Herausforderung während des Fotoshootings war es, die Idee des Themas zu übermitteln und es auf ihren Gesichtern widerspiegeln zu lassen, um starke und ausdrucksvolle Portraits zu schaffen. |
14 | আমি প্রতিটি অংশগ্রহণকারীকে তাদের বিবৃতিটি ধরে রাখতে, এক মুহূর্ত সময় নিতে এবং সেই ব্যাপারে চিন্তা করতে বলেছি। | Ich bat alle Teilnehmer, ihre Aussagen zu halten und einen Moment zu verweilen, um darüber nachzudenken. |
15 | এই ভাবে, বার্তা ও চিন্তাধারাটি তাঁদের নিজেদের বহিঃপ্রকাশে স্পষ্ট হয়েছে এবং অংশগ্রহণকারীদের বার্তা ছড়িয়ে দিতে সহায়তা করেছে। | Dadurch werden die Botschaft und die Gedanken nach außen hin sichtbar. |
16 | “সাংবাদিকদের হত্যা এবং আক্রমণ থেকে বিরত থাকুন” | Das hilft, die Botschaft der Teilnehmer zu vermitteln. |
17 | স্বল্প সময় বিবেচনায় রেখে আমাকে প্রকল্পটি শেষ করতে হয়েছে। | Beendet das Töten und zielt nicht auf Journalisten |
18 | সরঞ্জাম এবং স্থানের অভাব সত্ত্বেও এর ফলাফলে আমি সন্তুষ্ট। অংশগ্রহণকারীদের দলবদ্ধভাবে কাজ করার জন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। | Angesichts der kurzen Zeit, um das Projekt abzuschließen, der fehlenden Ausrüstung und des Zeitmangels, bin ich zufrieden mit den Ergebnissen. |
19 | এছাড়াও আলোকচিত্রের সময় 7iber এর সাহায্য, ক্যালিওগ্রফির সময় আহমেদ আসেরির সাহায়তা এবং অংশগ্রহণকারীদের উত্তেজনার জন্যও তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। | Ich danke der Teamarbeit, die die Teilnehmer geleistet haben, 7ibers Unterstützung beim Fotoshooting und Ahmed Aserys Hilfe mit den Kalligraphien sowie der Begeisterung der Teilnehmer. |
20 | পুরো সিরিজটি দেখতে আমের এর ওয়েবসাইটটি দেখুন। | Auf Amers Webseite gibt es die gesamte Serie. |
21 | এই ছবিগুলোর সব কপিরাইটের অধীনে প্রকাশিত। | Die Fotos sind urheberrechtlich geschützt. |
22 | আমের এর অনুমতি নিয়ে এখানে আমারা সেগুলো পুনরায় ব্যবহার করেছি। | Wir haben sie hier mit Amers Erlaubnis veröffentlicht. |