Sentence alignment for gv-ben-20141124-45682.xml (html) - gv-deu-20141125-25554.xml (html)

#bendeu
1এ বছর নেপালের গড়িমাই উৎসবে কতটি পশু প্রাণ হারবে?Wie viele Tiere werden dieses Jahr beim Gadhimai-Fest in Nepal sterben?
2নেপালের গড়িমাই উৎসবে দেবীর উদ্দেশ্য মহিষ বলি দেওয়ার জন্য কসাইরা প্রস্তুত।Schlachter machen sich bereit, um Wasserbüffel für das Gadhimai-Fest in Nepal zu opfern.
3কপিরাইট দিবাকর ভাণ্ডারির, অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।Copyright Diwakar Bhandari, mit Genehmigung verwendet.
4মুসলমানদের ঈদুল আজহার পরে বিশ্বের অন্যতম এক বৃহত্তম ধর্মীয় উৎসবে প্রাণী বলি দেওয়ার আয়োজক রাষ্ট্র হচ্ছে নেপাল।Die Links führen, wenn nicht anders ersichtlich, zu englischsprachigen Seiten. In Nepal wird nach dem islamischen Opferfest eine der weltgrößten religiösen Tierschlachtungen stattfinden.
5এখানে প্রতি পাঁচ বছরে একবার উদযাপিত গড়িমাই উৎসবে বারা জেলায় শতশত, হাজার হাজার তীর্থযাত্রীকে স্বাগত জানানো হয়।Bei dem alle fünf Jahre veranstalteten Gadhimai-Fest werden Hunderttausende Pilger im Bara-Distrikt erwartet.
6এই সপ্তাহে শুরু হওয়া এই উৎসব একমাস ধরে চলবে ।Das Fest hat diese Woche begonnen und geht einen Monat lang.
7এতে পশু বলি দেওয়া হবে আগামী সপ্তাহের ২৮ এবং ২৯ নভেম্বর তারিখে।Die Tieropferungen sind für den 28. und 29. November geplant.
8উৎসবে পশুদের প্রতি যে আচরণ করা হয় তার বিরুদ্ধে সম্মিলিত ভাবে আওয়াজ ওঠা সত্ত্বেও এর আয়োজক কমিটি পরিকল্পনা অনুসারে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।Trotz wachsender Proteste gegen die beim Fest stattfindenden Tiermisshandlungen haben die Organisatoren des Fests sich dazu entschieden, die Tiere wie geplant zu opfern.
9যুক্তরাষ্ট্রে টার্কি নামের বড় মোরগ জবাই করার সাথে গড়িমাই উৎসবের প্রাণী হত্যার কোন সর্ম্পক নেই।Das Töten von Truthähnen in den USA hat nichts mit dem Töten von Tieren in #Gadhimai zu tun.
10সকল ধরনের হত্যা খারাপ। কিছু কিছু তো জঘন্য।Jede Tötung ist schlecht, aber manche sind schlimmer als andere, z.B.
11যেমন গড়িমাই-এ প্রাণী বলি প্রদান।Gadhimai.
12এটা নিষ্ঠুর এক প্রথা।Es ist grausam.
13এই প্রথা বন্ধ করুন।Es muss aufhören
14নেপালের ৫০০,০০০ প্রাণীর আপনার কণ্ঠস্বরের প্রয়োজন।500.000 Tiere in Nepal brauchen Ihre Hilfe.
15দয়া করে গড়িমাই-এর নিষ্ঠুর ধর্মীয় পশু বলি প্রথা বন্ধ করুন।BITTE helfen Sie, die grausame Tieropferung in #Gadhimai zu beenden.
16ধর্মীয় বিশ্বাসের আবরণে পরিচালিত হচ্ছে মন্দ কাজ, প্রাচীন এক বিশ্বাসের সুবিধা গ্রহণ এবং সেটির বিকৃত ঘটানো হয়েছে।Unter dem Vorwand der Religion wird mit hinterlistiger Grausamkeit ein uralter Glaube verzerrt und ausgenutzt.
17এই উৎসবে, অংশগ্রহণকারীরা দুই দিনের এই সময়ের মধ্যে ৫০০,০০০ টি প্রাণী বলি দেয়।Bei dem Fest werden innerhalb von zwei Tagen fast 500.000 Tiere geopfert.
18বলি দেওয়ার জন্য আনা এই পশুগুলোর ৭০ শতাংশ আসে ভারত থেকে। ভারতের সর্বোচ্চ আদালত অবৈধভাবে নেপালে পশু পাচার বন্ধে এক আদেশ জারি করেছে।Ungefähr 70 Prozent dieser Tiere kommen aus Indien und daher hat Indiens Oberster Gerichtshof jetzt eine Verfügung erlassen, um dem illegalen Tiertransport nach Nepal einem Ende zu setzen.
19ব্রান্ডেনবার্গ তোরণের কাছে পশু সাম্য নামক প্রতিষ্ঠানের পশু অধিকার কর্মীরা নেপালের গড়িমাই উৎসবে আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ পশু বলি প্রথার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে।Mit blutverschmierten Händen und Bildern von Tieropfern protestieren Aktivistinnen und Aktivisten der Tierschutzorganisation Animal Equality am Brandenburger Tor gegen die weltweite größte Tieropferung in Gadhimai, Nepal.
20ছবি ফ্লোরিন বাইলোট-এর।Foto von Florian Boillot.
21কপিরাইট ডেমোটিক্সের (২৮/১০/২০১৪)।Copyright Demotix (28/10/2014)
22গোর্খা নাগরিক অধিকার-এর প্রবক্তা জোয়ান্না লুমলেই এর আয়োজকদের আহ্বান জানিয়েছেন যেন তারা গড়িমাই উৎসবে পশুবলি প্রথা বাদ দেয়।Joanna Lumley, die sich für die Rechte der Gurkhas einsetzt, hat die Behörden dazu angehalten, die Tieropferungen beim Gadhimai-Fest zu verbieten.
23লুমলেই, ব্রিটিশ সংগঠন “বিশ্ব খামার-এর ক্ষেত্রে সহানুভূতি” (ক্যামপ্যাশান ইন দি ওয়ার্ল্ড ফার্মিং বা সিআইডাব্লিউএফ)-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যা কিনা নেপালে পশু কল্যাণে-এর বিষয় নিয়ে কাজ করে থাকে।Lumley ist Repräsentantin der britischen Organisation “Compassion in World Farming” (CIWF), die sich für eine gerechte Tierhaltung einsetzt.
24একই ধরনের আরেকটি প্রতিষ্ঠান এবং সিআইডাব্লিউএফ মিলে যৌথভাবে এই উৎসবের বিরুদ্ধে অনলাইনে একটি দরখাস্তের স্পনসর করছে।Animal Welfare Network Nepal, eine ähnliche Tierschutzorganisation, und CIWF unterstützen gemeinsam eine Online-Petition gegen das Fest.
25অন্য সব অনলাইন দরখাস্তও গাধিমাই উৎসবে পশুদের প্রতি যে আচরণ করা হয় তার বিরোধীতা এগিয়ে এসেছে।Weitere Online-Petitionen wurden gestartet, die gegen die Tiermisshandlungen beim Gadhimai-Fest mobilmachen.
26অনেকে উৎসবে দেবীর উদ্দেশ্য উৎসর্গের জন্য পশু বলি বন্ধ করার লক্ষ্যে প্রচারণা শুরু করেছে যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছে, এর মাধ্যমে কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে তারা প্রাণীদের প্রতি এই নিষ্ঠুর আচরণ বন্ধ করে।Viele, die sich für ein Ende der Tieropferungen bei den Festlichkeiten einsetzen, haben dieses über soziale Medien getan, indem sie die Regierung aufforderten, die Tierquälerei zu unterbinden.
27তবে, উৎসবে প্রাণীদের প্রতি এই আচরণের বিরুদ্ধে যে সব একটিভিস্ট, অনলাইনে কেবল তারা তাদের বক্তব্য উপস্থাপন করছে এমনটা নয়।Doch nicht nur Aktivisten, die sich für die Abschaffung der Tieropferungen beim Fest einsetzen, haben ihre Meinung im Internet kundgetan.
28এই উৎসবের সমর্থকরা উল্লেখ করছে কি ভাবে এই উৎসব পরিবারের সদস্যদের মাঝে মিলন ঘটায়, যা প্রায়শ তাদের অন্য প্রান্তে নেপাল সীমান্তে বাস করা আত্মীয়কে একত্রিত করে।Befürworter des Fests weisen darauf hin, dass das Fest dazu beiträgt, Familien zusammenzuführen, die oft an unterschiedlichen Seiten von Nepals Grenze leben.
29যেমন বলা যায়, গড়িমাই মন্দিরের পুরোহিত এক থারু সম্প্রদায়ের নাগরিক, যেখানে বেশীর ভাগ মন্দিরের উপাসক মণ্ডলী বর্ণ বিভাজিত নেপালের উচ্চ বর্ণে অবস্থান করা মাধোশী সম্প্রদায় থেকে আসে।Die Festlichkeiten, meinen sie, tragen zur Stärkung der Kommmunen des Landes bei. Beispielsweise ist der Priester des Gadhimai-Tempels ein Tharu, wohingegen die meisten seiner Anhänger zur unteren Kaste der Madhesi-Gesellschaft gehören.
30নেপালে এই বিশাল পরিমাণ পশু বলি হিসেবে উৎসর্গ করা হয় হিন্দুদের শক্তির দেবী গড়িমাইকে।Massenschlachtung von Tieren zu Ehren Gadhimai, der Hindu-Göttin der Macht.
31ছবি কোজি-এর।Gadhimai, Nepal.
32২৩ নভেম্বর ২০০৯-এ তোলা।Bild von Koji.
33কপিরাইট ডেমোটিক্সের।23. November 2009.
34অন্যরা উল্লেখ করছে যে উৎসবে বলি দেওয়া পশুর সংখ্যার সাথে যদি যুক্তরাষ্ট্রের মত দেশের পশু শিল্পের তুলনা করা হয়, সেক্ষেত্রে এই উৎসব উক্ত শিল্পের পাশে বিবর্ণ দেখাবে, যেখানে গত বছর খাওয়ার জন্য গড়ে প্রতিদিন প্রায় ২৫ লক্ষ পশু হিসেবে বছরে ৯১ কোটি পশু জবাই করা হয়েছে।Copyright Demotix. Andere weisen darauf hin, dass das Tiermassaker des Fests nichts ist im Vergleich mit der Viehwirtschaft anderer Länder, wie beispielsweise den USA, wo im letzten Jahr 9,1 Milliarden Tiere für den Verzehr getötet wurden, was nahezu 25 Millionen Tieren täglich gleichkommt.
35বৌদ্ধ ধর্ম ছাড়া, হিন্দু, খ্রিষ্টান, এবং ইসলাম ধর্মে কোরবানি কিংবা বলি হিসেবে সৃষ্টিকর্তা বা দেবতার উদ্দেশ্য পশু উৎসর্গ করার বিধান লেখা রয়েছে।
36যে বিষয়টি আমাকে উদ্বিগ্ন করেছে তা হচ্ছে গড়িমাই উৎসব বিরোধীদের শব্দ চয়ন, “বর্বর” “নিষ্ঠুর”, “অমানবিক”Mich beunruhigt das Vokabular, das von den Gegnern des Gadhimai-Fests benutzt wird: “Barbarisch”, “grausam”, “unmenschlich”.
37হিন্দু ধর্মে পৈশাচিকতা আরোপ করা এবং আমাদের সংস্কৃতিকে উপহাস করা পশ্চিমা নাগরিক এবং পশ্চিমা চিন্তা ধারা প্রভাবিত আধুনিক ধারণা, এমনকি মধ্যপন্থী হিন্দুকে গোঁড়া হিসেবে চিহ্নিত করবে।Die Dämonisierung des Hinduismus und die Tatsache, dass der Westen unsere Kultur verspottet, werden auch den noch so moderaten Hindu radikalisieren.
38নাগরিকরা যেখানে এই উৎসব নিয়ে এখনো বিভক্ত, সেখানে একটিভিস্ট এবং এই উৎসবে পশুবলি প্রথা বিরোধিতায় অংশগ্রহণকারীরা একই ভাবে তাদের এই আন্দোলনে আরো নাগরিককে যুক্ত করে কেবল সচেতনতা বৃদ্ধির আশা করতে পারে।Mit so unterschiedlichen Meinungen über das Fest, können Aktivisten und Teilnehmer nur hoffen, Bewusstsein für ihr jeweiliges Anliegen zu schaffen und weitere Sympathisanten zu finden.
39উৎসব পশু বলি বিরোধী কেউ কেউ বিশ্বাস করে যে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির উপায় অনুসন্ধান না করে, স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি হতে পারে গড়িমাই উৎসবে প্রাণী হত্যা বন্ধের আরো বেশী গ্রহণযোগ্য উপায়।Manche Gegner des Fests sind der Meinung, dass Aufklärungsarbeit in der lokalen Bevölkerung hilfreicher für die Abschaffung der Tiermisshandlungen beim Gadhimai-Fest sei, als internationaler Druck.
40যেমন চিকিৎসা বিজ্ঞানের এক ছাত্র এস. এস পোখরেল লিখেছে:Beispielsweise schreibt der Medizinstudent S.S. Pokharel auf Twitter:
41গড়িমাই উৎসবে-এ পশু বলি প্রথার বিলুপ্তি ঘটাতে আরো সময় এবং প্রচেষ্টার প্রয়োজন।Gadhimai abzuschaffen ist zu zeit-und arbeitsaufwendig.
42বিদেশীদের সমর্থনের বদলে স্থানীয় পর্যায়ে সচেতনতা এবং সহানুভূতি অনেক বেশী জরুরী।Lokales Bewusstsein und Mitgefühl sind nötiger als ausländische Appelle. #Schande
43নেপালের গড়িমাই মন্দির।Gadhimai-Tempel in Nepal.
44ছবি দিবাকর ভাণ্ডারীর, অনুমতিক্রমে প্রকাশিত।Foto von Diwakar Bhandari, mit Genehmigung verwendet.