# | ben | deu |
---|
1 | ভিডিও প্রতিযোগিতা: ৬৪ তম জাতিসংঘ দিবসে সিটিজেন এ্যাম্বাসাডর হওয়া | Video-Wettwerb: Bürgerbotschafter beim 64. Tag der Vereinten Nationen |
2 | ছবি বাসইয়াকেস | Bild von Basykes |
3 | নিচের ভিডিওটি যা জাতিসংঘ টেলিভিশন এখানে উঠিয়ে দিয়েছে, সেখানে জাতিসংঘের শান্তিদূত হিসেবে অভিনেতা জর্জ ক্লুনি ব্যাখ্যা করছেন কি ভাবে আপনি এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন এবং যদি প্রথম পাঁচজন পুরস্কার বিজয়ীর একজন হন, তা হলে নিউ ইয়র্ক শহরের এক অতি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবার সুযোগ পাবেন। | Was würdet ihr den Regierungschefs aus aller Welt sagen, wenn ihr die Chance dazu hättet? Erzählt ihnen in einem maximal dreiminütigen Video, was eurer Meinung nach getan werden muss, um die Welt sicherer und besser zu machen, und ihr bekommt die Chance, einen Besuch im UN-Hauptquartier zum 64. |
4 | প্রতিযোগিতায় অংশ নেবার নীতিমালা অতি সাধারণ। | Tag der Vereinten Nationen zu gewinnen. |
5 | | Der Schauspieler George Clooney ist UN-Friedensbotschafter und im folgenden Video, das vom Fernsehen der Vereinten Nationen hochgeladen wurde, erklärt er, wie man an dem Wettbewerb teilnehmen kann und als einer von fünf Gewinnern die Chance bekommt, bei dem VIP-Event in New York dabeizusein. |
6 | ১. নিজে এক ভিডিও তৈরি করুন, তা যেন তিন মিনিটের বেশি না হয় ২. | Die Regeln sind recht einfach: |
7 | এই ভিডিওটি নিজের ইউটিউব একাউন্টে উঠিয়ে দিন ৩ এর রিপ্লাই বা প্রতিউত্তরকারী ভিডিও সংযুক্ত করুন। ৪. ভিডিও জমা দেবার শেষ তারিখ: ১০ অক্টোবর ২০০৯ | 1. Video aufnehmen; Dauer max. 3 Minuten, 2. Video über euer YouTube-Account hochladen, 3. Video als VIDEOANTWORT zu diesem Video hinzufügen, 4. Teilnahmeschluss: 10. Oktober 2009 |
8 | নির্বাচন প্রক্রিয়া: ১. উপাদান, মৌলিকত্ব ও সৃষ্টিশীলতা বিচার করে এক কমিটি সেরা পাঁচটি ভিডিওকে বাছাই করবে। | Auswahlverfahren: 1. Die fünf besten Videobeiträge werden von einem Komitee nach schlüssigem Inhalt, Originalität und Kreativität ausgewählt. |
9 | ২ চূড়ান্ত প্রতিযোগিতায় উত্তীর্ণ পাঁচটি ভিডিও নির্মাতাকে সিটেজন এ্যাম্বাসাডর বা নাগরিক রাষ্ট্রদূত উপাধি দেওয়া হবে, এবং তাদের ৬৪ তম জাতিসংঘ দিবসে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে আমন্ত্রণ জানানো হবে। | 2. Die Finalisten werden zu Bürgerbotschafter ernannt und zum 64. Tag der Vereinten Nationen ins UN-Hauptquartier in New York eingeladen. |
10 | ৩. তাদের বিশেষ ভাবে জাতিসংঘের সদর দপ্তর ঘুরে দেখানো হবে এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বা মহা পরিচালক বান কি মুনের সাথে তাদের ছবি তোলার সুযোগ হবে এবং জাতিসংঘ দিবসে অনুষ্ঠিত সঙ্গীত অনুষ্ঠানে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আসন দেওয়া হবে। | 3. Sie erhalten eine Sonderführung im UN-Hauptquartier, bekommen einen Fototermin mit dem Generalsekretär Ban Ki-moon sowie VIP-Plätze beim Konzert zum Tag der Vereinten Nationen, das am Freitag, den 23. |
11 | এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, শুত্রুবার, ২৩শে অক্টোবর ২০০৯-এ। | Oktober 2009 stattfinden wird. |
12 | যত দুর জানা যায়, সামান্য কয়েকটি ভিডিও জমা পড়েছে, দু'টি যুক্তরাষ্ট্র থেকে ( ১ এবং ২), একটি কানাডা এবং একটি সংযুক্ত আরব আমিরাত থেকে। | Bisher wurden weniger als eine Handvoll Videos eingereicht, davon zwei aus den Vereinigten Staaten (1 und 2), eines aus Kanada und eines aus den Vereinigten Arabischen Emiraten. |
13 | এই প্রতিযোগিতায় ভিডিও জমা দেবার শেষ সময় অক্টোবরের ১০ তারিখ, ক্যামেরা নিন এবং নিজের মৌলিক, সৃষ্টি শীল এবং যুক্তির পেছনে ব্যাখ্যা তুলে ধরুন, নিজের তৈরি এই ভিডিওটিতে। | Der letztmögliche Abgabetermin ist der 10. Oktober: Schnappt also eure Kamera und präsentiert eure Argumente fesselnd, originell und kreativ! |
14 | ( বাসইয়াকেস ছবিটি ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন লাইসেন্স এর আওতায় ব্যবহার করা হয়েছে) | (Bild von basykes zur Illustration des Artikels unter Creative Commons Attribution License verwendet) |