# | ben | deu |
---|
1 | জিভি বেতারে চলা বিশ্বব্যাপী কণ্ঠ শোনার জন্যে আপনার কান পেতে দিন | Öffne deine Ohren für die Klänge der Welt mit GV Radio |
2 | গ্লোবাল ভয়েসেস বেতারের ছবি, কেভিন রথরক-এর সৌজন্যে | Global Voices Radio. Bild von Kevin Rothrock |
3 | গ্লোবাল ভয়েসেস অবশেষে বায়ুতরঙ্গে যুক্ত হয়েছে! | Global Voices geht auf Sendung! |
4 | আমরা গ্লোবাল ভয়েসেস ইন্টারনেট রেডিও চালু করা নিয়ে উদ্দীপিত। আমাদের জনগোষ্ঠী পৃথিবীব্যাপী প্রোগ্রাম তৈরি ও এর ব্যবস্থাপনা করছে, যা আপনি আপনার কম্পিউটার বা ভ্রাম্যমান যন্ত্র থেকে শুনতে পারবেন। | Mit Stolz kündigen wir hiermit den offiziellen Start von Global Voices Radio an. Unsere Gemeinschaft hat die Klänge der Welt kreiert und von verschiedenen Quellen gesammelt, die nun über den Desktop-Computer oder Mobilgeräte abgespielt werden können. |
5 | আমাদের উদ্দেশ্যের সাথে তাল মিলিয়ে জিভি বেতার সারা পৃথিবী থেকে ধ্বনি এবং সঙ্গিতের উপর আলোকপাত এবং বর্ধিত করে দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন ধরে একটি সরাসরি সম্প্রচারযোগ্য প্ল্যাটফর্মে সহজলভ্য করে রাখবে। | Ganz nach der Global Voices Mission wird GV Radio die Stimmen und die Musik der Welt hervorheben und verstärken, 24 Stunden am Tag, 7 Tage die Woche. |
6 | এই নতুন প্রকল্পটি সোর্সফ্যাব্রিকের সহায়তায় তাদের এয়ারটাইম প্রো প্ল্যাটফর্ম-এর মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। | Dieses neue Projekt wird möglich gemacht durch die Unterstützung von Sourcefabric, über deren Airtime Pro Plattform. |
7 | জিভি বেতার সারা পৃথিবী থেকে আমাদের বৈশ্বিক জনগোষ্ঠীর বিভিন্নতার প্রতিফলন ঘটানো বিভিন্ন ভাষার অনুষ্ঠান আমাদের শ্রোতাদের জন্য নিয়ে আসবে। | GV Radio wird den Zuhörern Inhalte aus allen Teilen der Welt bringen, in verschiedenen Sprachen, um die Vielfalt unserer Gemeinschaft widerzuspiegeln. |
8 | আমাদের সম্প্রচার শুরু করতে বিভিন্ন বিষয়ের উপর আমাদের পুরস্কারপ্রাপ্ত গ্লোবাল ভয়েসেস পডকাস্ট-কে উপস্থাপন করার জন্য আমরা আমাদের আর্কাইভের মধ্যে প্রবেশ করবো। | Zunächst haben wir in unsere Archive geschaut, um unsere preisgekrönten Global Voices Podcasts zu verschiedenen Themen in das Programm zu bringen. |
9 | আমরা আপনাদের কাছে আমাদের জিভি মুখ আড্ডার ধারাবাহিকের কয়েকটি থেকে অডিও শোনাবো, সেই সাথে সাথে ফিলিপাইন্স-এর সেবু থেকে সাম্প্রতিক গ্লোবাল ভয়েসেস শীর্ষ সম্মেলন থেকে উপস্থাপনাসমূহও উপস্থাপন করবো। | Zudem werden wir auch die Audioversionen unserer GV Face Videostream Serien, sowie einige Präsentationen unseres Global Voices Summits in Cebu, Philippinen einbinden. |
10 | আমাদের জনগোষ্ঠীর সদস্যরা তাদের নিজেদের মৌলিক অনুষ্ঠান পাঠিয়েও অংশ গ্রহণ করেছে, যেমন আমাদের লিঙ্গুয়া ফার্সী সম্পাদক মাজিয়ার মাহদাভিফারে'র তৈরী করা একটি পারস্য সঙ্গীত পডকাস্ট ও জেমস প্রপা'র তৈরী আফ্রিকা সেত্জা নামের একটি আফ্রিকীয় সঙ্গীত অনুষ্ঠান। | Mitglieder unserer Gemeinschaft haben außerdem eigene Originalmaterialien zu GV Radio beigesteuert, wie zum Beispiel ein iranischer Musikpodcasts von unserem Lingua Farsi Editor Mazyar Mahdavifar und eine afrikanische Musikshow von James Propa, die Africa Cheza heißt. |
11 | এছাড়াও, মেক্সিকোর মেরিদা থেকে দক্ষিণের দক্ষিণ নামে আমাদের রাইজিং ভয়সেস প্রকল্প থেকে আরও সঙ্গীত সংযোজন করা হয়েছে। | Auch das Rising Voices Project The South of South aus Mérida in Mexico hat weitere Musik beigesteuert. |
12 | সারা পৃথিবী থেকে আরও প্রকল্প গ্রহণ করা হয়েছে যেগুলো এখনও বিকাশমান পর্যায়ে আছে। | Zur Zeit arbeiten wir an weiteren Projekten aus der ganzen Welt. |
13 | আমরা বেশ কয়েকটি রোমাঞ্চকর পডকাস্ট অংশীদারিত্ব স্থাপন করতে পেরেছি, যার মধ্যে আছে ল্যাটিন আমেরিকীয় ডিজিটাল গল্পবলার অনুষ্ঠান রেডিও আম্বুলান্তে, যার পর্বগুলো জিভি বেতারে সম্প্রচার করা হবে। | Wir haben viele aufregende Partnerschaften mit einigen Podcasts entwickelt, unter anderem mit dem lateinamerikanischen Programm Radio Ambulante, dessen Episoden auf GV Radio gesendet werden. |
14 | সঙ্গীত মৈত্রী চুক্তি (এমএপি) নামের সঙ্গীত ব্লগার জনগোষ্ঠীর সাথে অংশীদারীত্বের সুবাদে আমরা ৩০টিরও বেশী দেশ থেকে এমএপি সদস্য অষ্ট্রেলিয়ার হুদ্যাহেল. নেট দ্বারা সংগ্রহ করা নির্বাচিত কিছু মজার ও নানাবিধ সঙ্গীত তাদের মাসিক ম্যাপকাস্ট-এর মধ্যে দিয়ে সম্প্রচার করবো। | Dank einer Partnerschaft mit der Musik Blogger Gemeinschaft Music Alliance Pact (MAP) werden wir auch eine Auswahl an interessanter und vielfältiger Weltmusik aus mehr als 30 Ländern spielen, die von MAP Mitglied Whothehell.net aus Australien ausgewählt wurden. |
15 | আমরা প্রতি দুই সপ্তাহ পর পর, আমাদের জনগোষ্ঠী দ্বারা চিহ্নিত করা বা আমাদের শ্রোতা দ্বারা প্রস্তাবিত আমাদের নতুন পডকাস্ট অংশীদারদের কাছ থেকে অডিও অনুষ্ঠান উপস্থাপন করবো। | Jede zweite Woche werden wir Inhalte von neuen Podcast-Partnern präsentieren, die entweder von unserer Gemeinschaft oder von unseren Zuhörern vorgeschlagen wurden. |
16 | এই অংশীদারীত্বের মাধ্যমে আমরা তাদের তৈরী করা পডকাস্ট কাজকে আরও ব্যাপক বৈশ্বিক জনগোষ্ঠীর কাছে তুলে ধরতে চাই যাতে তারা তাদের প্রাপ্য স্বীকৃতি লাভ করতে পারে। | Durch diese Partnerschaften möchten wir ihre Podcast-Arbeit an eine größere, globale Zuhörerschaft bringen, damit sie die Anerkennung erhalten, die sie verdienen. |
17 | আপনার যদি ভবিষ্যত অনুষ্ঠানগুলোতে উপস্থাপনের জন্য কোন অলাভজনক মাঠপর্যায়ের পডকাস্টের প্রস্তাবনা থাকে তবে আমাদের সাথে যোগাযোগ করুন। | Ideen und Anregungen bezüglich interessanter Graswurzel-Podcasts, die wir in unser Programm einbinden können, sind jederzeit willkommen. |
18 | অন্যান্য জিভি বেতার অংশীদারগণ হলো: | Andere GV Radio Partner sind: |
19 | পাপুয়া ধ্বনি হলো তাদের কাহিনীগুলো আরও কার্যকরভাবে বিশ্বকে বলার জন্য পাপুয়ার সক্রিয়-কর্মীদের সাথে কাজ করা একটি ভিডিও এ্যাডভোকেসী উদ্যোগ। | Papuan Voices ist eine Video-Initiative, die mit Aktivisten aus Papua zusammenarbeitet, um ihre Geschichten der Welt zu berichten. |
20 | ২০১১-১২ সালে এনগেজমিডিয়া এ্যান্ড জাস্টিস, পীস এ্যান্ড ইন্টেগ্রিটি অব ক্রিয়েশন জয়াপুরা এবং মেরাউকেতে পাপুয়ার সক্রিয়-কর্মীদেরকে ভিডিও তৈরী করা এবং বিতরণ দক্ষতা শিখানোর জন্য স্থানীয় সংগঠনগুলোর সাথে সহযোগিতা করেছে। | Im Dezember 2011 arbeiteten Organisationen wie EngageMedia und Peace amd Integrity of Creation mit lokalen Organisationen in Jayapura und Merauke zusammen, um Aktivisten in der Videoproduktion sowie Videoverbreitung zu schulen. |
21 | ২০১৩ ও ২০১৪ সালে আমরা ওয়ামেনা ও সোরোং-এ ধারাবাহিক ভিডিও কর্মশালার আয়োজন করার জন্য বেলানতারা পাপুয়া এবং ইয়াইয়াসান তেরাতাই হাতি পাপুয়ার সাথে অংশীদারীত্ব করি। | In 2013 und 2014 haben wir in Zusammenarbeit mit Belantara Papua und Yayasan Teratai Hati Papua eine Serie von Video-Workshops in Wamena und Sorong organisiert. |
22 | জামাত উল মসিকি হলো পাকিস্তানের সঙ্গীত পডকাস্ট যার জন্য আপনার বিগত দশ বছর ধরে অপেক্ষা করেছেন। | Jamaat-ul-Mausiqi ist der pakistanische Musikpodcast, auf den du die letzten 10 Jahre gewartet hast. |
23 | আমরা সুপ্তকে বের করে আনি, আমরা গৌরবময় অতীতের মধ্যে স্ফূর্তি করি, এবং আগত বিপ্লবের বিষয়ে আনন্দ করি। | Wir haben den Untergrund erkundet, in unserer glorreichen Vergangenheit geschwelgt sowie von der kommenden Revolution geschwärmt. |
24 | আহমার নকভি এবং শাহারিয়ার পোপালজাই দ্বারা পরিচালিত। | Das Projekt wird von Naqvi (@karachikhatmal) und Shaheryar Popalzai (@spopalzai) betrieben. |
25 | পিনারা আকু একটি শিশুদের ভাষা বেতার অনুষ্ঠান, যার মাধ্যমে ওয়ারুমুঙ্গু ভাষা শেখানো হয়। | Pinarra Aku ist eine Sprachsendung für Kinder, die die Waumungu Sprache vermittelt. |
26 | বিআরএ শৈল্পীক নির্দেশক, ক্যাথী বার্ণস-এর সৃষ্টি যিনি রোজমেরী প্লামার (ঐতিহ্যবাহী স্বত্বাধিকারী) এর সাথে অনুষ্ঠানটির সহ-উপস্থাপনা করেন। | Die Show wurde von der künstlerischen Direktorin von BRA, Kathy Burns, gegründet und zusammen mit Rosemary Plummer moderiert. |
27 | ভাষা শিখানো ও টিকিয়ে রাখার জন্য এই অনুষ্ঠানটি। | Die Sendung möchte die Sprache unterrichten und sie so am Leben erhalten. |
28 | রোজমেরী এবং ক্যাথী ২০১১ সাল থেকেই একত্রে গান রচনা করছেন এবং ভাষা শিক্ষা দিচ্ছেন। | Rosmary und Kathy arbeiten seit 2011 zusammen an Musik und an der Vermittlung von Sprachen. |
29 | তারা ভাষা ও শিক্ষার প্রতি তাদের ভালবাসাকে সমন্বিত করে ‘পিনারা আকু' নির্মাণ করেছেন। | Sie haben ihre Liebe für Sprachen und der Lehre kombiniert, um dadurch ‘Pinarra Aku' zu entwickeln. |
30 | আমরা জিভি বেতরের পাতা তৈরীর জন্য কাজ করছি যেখানে আমাদের উপস্থাপন করা ধ্বনিগুলোর ব্যাপারে আরও জানতে আপনার প্রয়োজনীয় সকল লিঙ্কগুলো পাবেন। | Wir arbeiten an einer GV Radio Seite, auf der alle wichtigen Links zu finden sind, um mehr über die Sendungen zu erfahren, die auf GV Radio gespielt werden. |
31 | এখানে একটি উইজিটও থাকবে যেখানে কী বাজানো হচ্ছে, এরপর কী আসবে, এবং কোন ভাষায় সেটি হচ্ছে তা দেখা যাবে। | Diese Seite wird auch aktuelle Informationen liefern, welche Sendung gerade gespielt wird, welche als nächstes kommt, sowie in welchen Sprachen das Programm ist. |
32 | এই প্রকল্পটি একটি বিকাশমান কাজ, আমরা আপনাদের কাছ থেকে আপনাদের পছন্দ আর আপনাদের অপছন্দ শুনতে চাই, সেই সাথে সাথে চাই ভবিষ্যত অনুষ্ঠানের জন্য পরামর্শ। | Dieses Projekt ist noch im Aufbau und wir würden gerne eine Rückmeldung erhalten was gefällt und was nicht, sowie Ideen für zukünftige Programme. |
33 | আমাদের সাথেই থাকুন! | Bleibt dran! |