Sentence alignment for gv-ben-20130830-38528.xml (html) - gv-deu-20130124-14092.xml (html)

#bendeu
1আদিবাসী ভাষার জন্য তৈরি হচ্ছে কথা বলা অভিধানSprechende Wörterbücher für indigene Sprachen
2লাতিন আমেরিকার বারোটি আদিবাসী ভাষা কর্মীরা “এন্ডিউরিং ভয়েসেস” কর্মশালার অংশ হিসেবে তাদের দেশীয় মাতৃভাষা সমূহের দলিল তৈরি এবং সেগুলো পুনরুজ্জীবিত করার কাজে ডিজিটাল প্রযুক্তি কীভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা বিশ্লেষণ করতে চিলির সান্টিয়াগো লাইব্রেরিতে গত ৭-১১ জানুয়ারী, ২০১৩ তারিখে সমবেত হয়।Vom 7. bis 11. Januar 2013 trafen sich 12 Aktivisten für indigene Sprachen aus ganz Lateinamerika in der Bibliothek von Santiago, Chile, um im Rahmen des “Enduring Voices” Workshops herauszufinden, welche Rolle digitale Technologie spielen kann, ihre Muttersprache zu dokumentieren und wiederzubeleben.
3চলমান মাতৃভাষা ইনস্টিটিউট এবং ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির সহযোগিতায় পরিচালিত এন্ডিউরিং ভয়েসেস প্রকল্প দ্বারা সংগঠিত এবং তাদের পৃষ্ঠপোষকতায় নেয়া এই কর্মশালায় কাজে ডিজিটাল যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।Organisiert und finanziert vom Enduring Voices Project [en] [Projekt für bleibende Sprachen], einer Kooperation des Living Tongues Institute [en] [Institut der lebendigen Sprachen] und der National Geographic Society, bot der Kurs praktische Übungen zur Nutzung digitaler Werkzeuge in ihrer Arbeit.
4এছাড়াও রাইজিং ভয়েসেস এতে অংশ নেয় এবং অনলাইনে আদিবাসী ভাষার ব্যবহার তুলে ধরার জন্য নাগরিক মিডিয়া ব্যবহারের উপর একটি কর্মশালাও আয়োজন করে।Rising Voices nahm ebenfalls an dem Workshop teil und gab einen Kurs zu Online-Bürgermedien für die Förderung indigener Sprachen.
5কর্মশালার এর প্রধান কাজ ছিল একটি কথা বলা অভিধান সৃষ্টি করা।Die wichtigste Aktivität des Workshops war die Erstellung eines Sprechenden Wörterbuches [en].
6এই প্ল্যাটফর্মটি অনুসন্ধানযোগ্য বহুভাষাভাষী অনলাইন অভিধান সরবরাহ করবে যেটি বর্তমানে চলমান মাতৃভাষা ইনস্টিটিউটে কাজ করা ভাষা কর্মীদের দ্বারা নথিভুক্ত ডিজিটাল অডিও ক্লিপ থাকবে।Diese Plattform ist ein durchsuchbares mehrsprachiges Onlinewörterbuch, welches digitale Audioclips enthält, die von den Sprachaktivisten, die derzeit mit dem Living Tongues Institute zusammenarbeiten.
7প্রতিটি অংশগ্রহণকারীকে তাদের বর্তমান চাহিদার উপর ভিত্তি করে একটি প্রযুক্তিগত কিট সরবরাহ করা হয়েছিল।Jedem Teilnehmer wurde eine Ausrüstung zur Verfügung gestellt, die auf ihre aktuellen Bedürfnisse angepasst war.
8কিছু কর্মীদের ল্যাপটপ, ডিজিটাল অডিও প্লেয়ার, ডিজিটাল ভিডিও ক্যামেরা, ত্রিপড, শব্দ-বাতিলের হেডফোন, এবং তাদের কাজে ব্যবহারের জন্য বহিস্থিত হার্ড ড্রাইভ দেওয়া হয়।Einige der Aktivisten erhielten Laptops, digitale Aufnahmegeräte, digitale Videokameras, Stative, rauschunterdrückende Kopfhörer und externe Festplatten für ihre Arbeit.
9অংশগ্রহণকারীরা তাঁদের প্রযুক্তিগত যন্ত্রপাতি গ্রহণ করছে।Teilnehmer erhalten ihre Ausrüstung.
10যাইহোক, কথা বলা ডিকশনারি সৃষ্টির জন্য প্রধান ভূমিকা পালন করে ডিজিটাল অডিও রেকর্ডার।Es waren jedoch die digitalen Aufnahmegeräte die eine wichtige Rolle bei der Erstellung der Sprechenden Wörterbücher spielten.
11প্রতিটি অংশগ্রহণকারী উচ্চ মানের ডিজিটাল অডিও ক্লিপ রেকর্ড করতে পারবেন, যেটি অডাসিটি'র মতো মুক্ত সফ্টওয়্যার প্রোগ্রাম ব্যবহার করে সম্পাদনা করা যেতে পারে।Jeder Teilnehmer war in der Lage, qualitativ hochwertige Audioclips aufzunehmen, welche dann mit freier Software, wie Audacity, bearbeitet werden konnten.
12তারপর ক্লিপটি সয়ার্থমোর বিশ্ববিদ্যালয়ের হোস্ট সার্ভারের ডাটাবেসের আদিবাসী ভাষা, ইংরেজি, এবং স্প্যানিশ ভাষার শব্দ তালিকার সঙ্গে যেখানে মিলে যাবে সেখানে ট্যাগ এবং আপলোড করা হবে।Die Aufnahmen werden dann mit Schlagworten versehen und auf den Server, der von der Swarthmore Universität unterhalten wird, hochgeladen. Dort wird es mit der Datenbank abgeglichen, welche die Wörter in der indigenen Sprache, Englisch und Spanisch auflistet.
13এস্পিরিটু বাউতিস্তা এবং তার ছেলে এলমোকে এখানে দেখানো হচ্ছে।Hier sieht man Espíritu Bautista und seinen Sohn, Elmo.
14তাঁরা তাদের মাতৃভাষা ইয়ানেসাতে একটি অডিও ক্লিপ রেকর্ড করছে। ভাষাটি পেরুর কেন্দ্রীয় আমাজন অঞ্চলে ব্যবহৃত হয়।Sie nehmen Wörter in ihrer Muttersprache, Yanesha [en], welche in der zentralen Amazonasregion in Perú gespochen wird, auf.
15কর্মশালা শেষে আরো নয়টি ভাষায় কথা বলা অভিধান তৈরি করা হয়। ভাষাগুলো হচ্ছে, মাপুদুঙ্গুন, সেসুঙ্গুম, কুএচুয়া, চ্যাঞ্চা, ইয়ানশা, মিয়াহুয়াটেক যাপোতেকা, মাযাহুয়া, মাম, পিপিল, বেসিরো।Am Ende des Workshops gab es neun weitere Sprechende Wörterbücher von Sprachen, wie Mapudungun [alle Links en], Tsesungun, Quechua Chanca, Yanesha, Miahuatec Zapoteco, Mazahua, Mam, Pipil, Besiro, und eine Erweiterung eines bestehenden Wörterbuches inIshír (Chamacoco).
16এছাড়াও ইশির [চামাকোকো] ভাষার একটি বিদ্যমান অভিধান সম্প্রসারণ করা হয়। প্রতিটি অংশগ্রহণকারী কথা বলা অভিধানে আরও শব্দ যোগ এবং ব্যবহারের জন্য সবচেয়ে ভাল উপায় অন্বেষণ করতে বিভিন্ন সরঞ্জাম ও জ্ঞান দিয়ে সজ্জিত হয়ে তাদের স্থানীয় সম্প্রদায়ের ফিরে আসেন।Jeder Teilnehmer kehrte, ausgestattet mit den Werkzeugen und den Fähigkeiten, weitere Wörter zu den Sprechenden Wörterbüchern hinzuzufügen, in seine Gemeinde zurück mit dem klaren Auftrag, die beste Nutzung für seine Gemeinde herauszufinden.