Sentence alignment for gv-ben-20140425-42854.xml (html) - gv-deu-20140416-19779.xml (html)

#bendeu
1তিউনিসিয়ান ব্লগ চালু করেছে গোপন তথ্য ফাঁস করার প্রচার মাধ্যমTunesien: Blog gründet eigene Enthüllungsplattform Logo von Nawaat Leaks
2নাওয়াত হচ্ছে তিউনিসিয়ার পুরষ্কার প্রাপ্ত একটি যৌথ ব্লগ।Der preisgekrönte tunesische Gemeinschaftsblog Nawaat hat seine eigene Enthüllungsplattform an den Start gebracht: Nawaat Leaks [fr].
3সাইটটি এবার “নাওয়াত লিকস” নামে তাঁদের নিজস্ব গোপন তথ্য ফাঁস প্রচার মাধ্যম চালু করেছে।Die sichere Plattform wurde in Zusammenarbeit mit GlobaLeaks [en] entwickelt, einer Open Source-Software für anonyme Enthüllungen.
4গ্লোবালিকসের সহযোগীতায় এই নিরাপদ মঞ্চটি চালু করা হয়েছে।GlobaLeaks machte am 27.
5গ্লোবালিকস হচ্ছে একটি ওপেন সোর্স এবং বেনামী গোপন তথ্য ফাঁস সফটওয়্যার।März das neue Projekt über eine Twitternachricht öffentlich:
6সাইটটি ২৭ মার্চ তারিখে টুইট করে তাদের নতুন প্রকল্প সম্পর্কে ঘোষণা দিয়েছেঃDie erste Enthüllungsseite der arabischen Welt erblickt das Licht der Welt: Nawaat Leaks von Nawaat nutzt GlobalLeaks auf Arabisch und Französisch!
7@নাওয়াত এর মাধ্যমে #নাওয়াতলিকস নামে আরব এবং ফরাসি ভাষায় আরব বিশ্বের প্রথম তথ্য ফাঁসের সাইট চালু হল! Nawaat Leaks LogoUm über Nawaat Leaks geheime Informationen veröffentlichen zu können, muss zunächst online die Anonymisierungssoftware Tor runtergeladen werden.
8নাওয়াত লিকস ব্যবহার করে যারা বিভিন্ন শ্রেনীর তথ্য উপাত্ত প্রকাশ করে দিতে চান, তাদের প্রথমে নামহীন অনলাইন সফটওয়্যার টোর ডাউনলোড করে নিতে হবে।Der Mitgründer von Nawaat Sami Ben Gharbia erläutert [ar] die Online-Sicherheitsmaßnahmen, die mitberücksichtigt werden müssen, um die Plattformnutzer zu schützen:
9নাওয়াতের সহ-প্রতিষ্ঠাতা সামি বেন ঘার্বিয়া ব্যাখ্যা [আরবি] করেছেন, এই মঞ্চ ব্যবহারকারীদের সুরক্ষার কথা বিবেচনা করে কয়েকটি নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়েছেঃ
10গ্লোবালিকসের সহযোগীতায় নাওয়াত টিম একটি বিশেষ পাতা তৈরি করেছে। ব্যাপক সংখ্যক উন্মুক্ত উৎস বিশিষ্ট এ্যাপ্লিকেশন এবং কলা কৌশল এই পাতাটিতে রয়েছে।In Zusammenarbeit mit GlobaLeaks hat das Team von Nawaat eine spezielle Seite geschaffen, die eine Reihe von Open Source-Anwendungen und Techniken einsetzt, um diejenigen zu schützen, die geheime Dokumente und Dateien öffentlich machen.
11এই এ্যাপ্লিকেশন এবং কলা কৌশল সে সব ফাঁস করে দেয়া গোপনীয় নথিপত্র এবং ফাইলকে সুরক্ষিত রাখবে। এমনকি সফটওয়্যারটি গোপন তথ্য ফাঁসকারীদেরও স্বয়ং নাওয়াত টিমের কাছ থেকেও নিরাপদ রাখবে।Die Software sichert auch Informanten vor dem Nawaat-Team selbst, denn dank dieser Technik ist es ihnen nicht möglich, die Identität derer, die [Informationen] enthüllen, zu ermitteln, weder durch ihre Emailadressen, die IP-Adressen, ihre Namen oder ihre geografische Lage.
12তাই তারা এই কলা কৌশলগুলোর প্রতি ধন্যবাদ জানিয়েছেন। কেননা নাওয়াত টিমও সে সব লোকেদের পরিচয় বের করতে পারবে না, যারা তাদের ইমেইল ঠিকানা, আইপি ঠিকানা, নাম অথবা তাদের ভৌগোলিক অবস্থান ব্যবহার করে গোপনীয় [তথ্যগুলো] ফাঁস করবেন।Um sie mit noch mehr Schutz auszustatten, werden die Mitwirkenden von Nawaat wie immer vor der Veröffentlichung jeden enthüllten Geheimdokuments alle Metadaten löschen, die die Identifikation der elektronischen Quelle der Dokumente in den verschiedenen Formaten als Audio, Videos, Fotos oder Text ermöglichen könnten.
13আরও কিছু বাড়তি নিরাপত্তা প্রদান করতে নাওয়াত টিম বরাবরের মতোই যেকোন গোপনীয় নথিপত্র প্রকাশ করার আগেই সকল ধরনের অবস্থান পরিবর্তনসূচক তথ্য উপাত্ত মুছে দিবে।
14কেননা এসব তথ্যের সাহায্যে নথিপত্র সমূহ প্রকাশের অডিও, ভিডিও ক্লিপস, ছবি অথবা লেখা আকারে প্রকাশিত তথ্যের ইলেক্ট্রনিক উৎস খুঁজে বের করার সম্ভাবনা বেড়ে যায়।
15তিউনিসিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ ২০১১ সালে ৪১ নং অধ্যাদেশ পাস করেছে।2011 hat die Übergangsregierung Tunesiens das Dekret 41 verabschiedet, das den Zugang zu Dokumenten der Verwaltung gewährleisten soll.
16এই অধ্যাদেশ অনুযায়ী, প্রশাসনিক নথিপত্র সম্পর্কে যে কেউ জানতে পারবে বলে নিশ্চয়তা প্রদান করা হয়েছে।In der Praxis ist das Gesetz allerdings noch weit davon entfernt, umgesetzt zu werden.
17যদিও আইনটিকে বাস্তবায়ন করার মতো চর্চা কখনও দেখা যায় না।In einer Stellungnahme [en], die am 27.
18অধ্যাদেশ ৪১ বাস্তবায়ন কাজ অকার্যকর রয়ে যাওয়ায় ২৭ মার্চ তারিখে প্রকাশিত একটি বিবৃতির মাধ্যমে অনুচ্ছেদ ১৯ প্রকাশ করে কর্তৃপক্ষকে প্রচন্ড অপমান করা হয়েছে।März veröffentlicht wurde kritisiert die Initiative Article 19 scharf die erfolglose Einführung des Dekrets 41 durch die Behörden.
19সংস্থাটি বলেছে, “১৯ নং অনুচ্ছেদের বিবরণীতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমানে বিরাজমান যে নকশা তৈরি করা হয়েছে তা কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়নি।”Article 19 “stellt mit Besorgnis fest, dass die vorhandenen Maßnahmen, die dazu geschaffen wurden, die Transparenz der Regierung sicherzustellen, nicht effektiv umgesetzt werden”, sagt die Organisation.
20বেন ঘার্বিয়া অধ্যাদেশটির যথাযথ বাস্তবায়নের অভাব নিয়ে মন্তব্য [আরবি] করে বলেছেনঃBen Gharbia kommentiert [ar] das Fehlen einer ordnungsgemäßen Ausführung des Dekrets:
21প্রশাসনিক নথিপত্রের তথ্যাদি পেতে নাগরিকের অধিকার সম্পর্কে ২০১১ সালে পাস করা ৪১ নং অধ্যাদেশে সরকারি প্রতিষ্ঠানসমুহ থেকে তাত্ত্বিকভাবে তথ্য প্রদান করতে বলা হলেও, প্রকৃতপক্ষে আমরা এ থেকে অনেক দূরে সরে আছি।
22দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ নিয়ে অনেক কথা বার্তা বলা সত্ত্বেও, দুর্নীতিবাজদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলা সত্ত্বেও এবং স্বচ্ছ সুশাসন [নীতি] প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও আমরা এখনও তথ্য অধিকার বাস্তবায়ন করতে এবং দূর্নীতি বিরোধী একটি ভয়াবহ যুদ্ধ থেকে কিছুটা দূরে সরে আছি।Trotz des Dekrets 41 von 2011, der in der Theorie den Bürgern das Recht zusichert, Zugang zu Verwaltungsdokumenten zu erhalten, die von öffentlichen Institutionen gepflegt werden und trotz verschiedenster Reden über Korruptionsbekämpfung und dass man Korrupte haftbar machen wolle und es wichtig sei, eine transparente und gute Regierungsführung aufzubauen, genießen wir bislang noch keinen Zugang zu Informationen und warten noch auf einen ernstzunehmenden Kampf der Korruption.
23কিন্তু পক্ষান্তরে আমরা এটাও দেখেছি, যারা দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার এবং অন্যান্য বিষয় সম্পর্কে লুকায়িত তথ্য ফাঁস করে দিতে চায়, তাদের কীভাবে অপদস্থ করা হয়। রাজনৈতিক, প্রশাসনিক এবং ব্যবসা বিষয়ক তথ্যাদি এখনও গোগ্রাসে গিলে ফেলা হয়।Im Gegenteil, wir mussten zuschauen, wie diejenigen, die daran arbeiten, versteckte Korruption, Vetternwirtschaft, Machtmissbrauch und dergleichen, was immer noch die Welt der Politik, der Verwaltung und der Geschäfte verschlingt, aufzudecken, verurteilt und vor Gericht verantwortlich gemacht werden.