Sentence alignment for gv-ben-20090118-1563.xml (html) - gv-deu-20090117-482.xml (html)

#bendeu
1ইন্দোনেশিয়া: ১৩টি প্রদেশে বন্যাIndonesien: Überschwemmungen in 13 Provinzen
2ব্যাপক বৃষ্টির জন্যে গত সপ্তাহে ইন্দোনেশিয়ার ১৩টি প্রদেশে বন্যা হয়েছে।In den letzten Wochen waren mehr dreizehn indonesische Provinzen von Überschwemmungen betroffen, verursacht durch sintflutartige Regenfälle.
3এই দুর্যোগে ১৪জন মানুষ মারা গেছে এবং আরও তিনজন নিখোঁজ রয়েছে।Die Katastrophe hat bereits 14 Menschenleben gefordert, 3 Menschen werden immer noch vermisst.
4বন্যাকবলিত প্রদেশ গুলোর মধ্যে রয়েছে পশ্চিম নুসা টেনগারা, সুমাত্রা, জাভা, বালি, বোর্নিও এবং সুলাওয়েসী প্রদেশ।Die Überschwemmungen breiten sich in verschieden Teilen der folgenden Provinzen weiter aus: West Nusa, Tenggara, Sumatra, Java, Bali, Borneo und Sulawesi.
5এ পর্যন্ত ৫০,০০০ লোককে উদ্ধার করা হয়েছে।Mehr als 50.000 Menschen mussten bereits evakuiert werden.
6ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা দুই মিটার পানিতে তলিয়ে গেছে।In Hauptstadt Indonesiens Jakarta steht das Wasser bereits zwei Meter über normal.
7শহরের ৪০% এলাকা এখন পানির নিচে।Mehr als 40 Prozent der Stadt liegen unterhalb des Meeresspiegels.
8জনপ্রিয় পর্যটন আকর্ষন বালিও বন্যাকবলিত হয়েছে।Das beliebte Urlaubsziel Bali ist ebenfalls überflutet.
9View Larger Map গুগল ম্যাপে ইন্দোনেশিয়াView Larger Map Indonesien via Google Map [en]
10জাভা জাইভস ইন্দোনেশিয়ায় বন্যা সম্পর্কে লিখেছে:Javaa Jive schreibt zu den Überschwemmungen in Jakarta:
11“ডিসেম্বর মাসটি সুর্যের আলোক দ্বারা ঝলমলে ও নাতিশীতোষ্ণ ছিল।Während der Dezember noch recht sonnig und angenehm war, brachte das neue Jahr ärgerliche, sintflutartige Regengüsse, begleitet von vielen Blitzen und natürlich die jährlichen Überschwemmungen.
12কিন্তু নতুন বছর শুরু হতেই মুষলধারে বৃষ্টি পড়া শুরু করল এবং কিছুক্ষণ পর পর বিশাল এ গগণবিদীর্ণ বিদ্যুৎ চমকে আকাশ উদ্ভাসিত হতে লাগল এবং বার্ষিক বন্যা শুরু হল।”Während ich hier schreibe, schaue ich auf eine langen Kanal, der prall gefüllt ist mit Regenwasser und Schutt. Im Himmel ziehen wieder Wolken auf, die bald wie Wunden aufreissen werden - denn für die Woche sind weitere starke Stürme angekündigt.
13“যখন আমি এটি লিখছি, বাইরে দেখতে পাচ্ছি বৃষ্টির পানিতে খালের মত সৃষ্টি হয়েছে যেখান দিয়ে ময়লা পানি বয়ে যাচ্ছে।Eine heftige Nacht voller Regen und wir werden aus Kelapa Gading nicht raus kommen, denn die Straße zur Zollschranke liegt am niedrigsten und ist am schnellsten überflutet.
14আকাশে মেঘ জমা হচ্ছে আর শরীরে ক্ষতের মত তা বৃদ্ধি পাচ্ছে এবং সপ্তাহের শেষের দিকে পুনরায় ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে।Bin ich nervös? - Nicht wirklich […] Aber ich bin nervös, wegen der Familien die nicht wegkommen. Für jene, die kleine Kinder haben, und kein frisches Wasser bekommen, oder medizinische Betreuung.
15আরও একরাত যদি বৃষ্টি হয় তাহলে আমরা আর কেলাপা গেডিং দিয়ে বের হতে পারব না কারন এই রাস্তা খুব নিচু এবং খুব অল্প পানিতেই ডুবে যায়।”Für all jene, die nicht das Vertrauen hatten, oder das Risiko einer Versicherung eingehen wollten - für ihr Haus, ihr Geschäft oder ihr Auto.
16“আমি কি নার্ভাস? মোটেই না।”Und für jene, die wieder einmal alles verlieren werden.
17“কিন্তু আমি নার্ভাস সেই সমস্ত পরিবারের জন্যে যারা নিরাপদ যায়গায় যেতে পারবে না, সেই সমস্ত ছোট ছোট বাচ্চাদের জন্যে যারা বিশুদ্ধ পানি বা চিকিৎসা পায় না, যাদের গাড়ী, বাড়ীর বা ব্যবসার কোন বীমা করা নেই, এবং যারা আবার সবকিছু হারাতে বসেছে।”
18মাইওয়েবসাইটকেই্য়ু বলছে এই বন্যা আগামী মাস পর্যন্ত চলতে পারে:Mywebsiteku erwartet weitere Überschwemmungen bis zum nächsten Monat:
19“এখন ভর বর্ষা মৌসুম আর এমন পরিস্থিতি আগামী ফেব্রুয়ারী মাস পর্যন্ত চলতে পারে।Die Spitze der Regenzeit kommt noch und wird wohl erst im Februar 2009 erreicht sein.
20এই সময় বিভিন্ন প্রকারের দুর্যোগ, যেমন ভূমি ধ্বস, বন্যা, ঝড়ো হাওয়া এবং জলাবদ্ধতা ঘটতে পারে।Dies ist ein potentieller Auslöser für Katastrophen wie Erdrutersche, Überschwemmungen, Wind- und Wasserhosen.
21জাকার্তার আকাশে মেঘের ঘনঘটা দেখে এমনটিই আঁচ করা যায়। কাজেই জনগণের আবহাওয়ার গতিবিধি সম্পর্কে খেয়াল রাখা দরকার।”Das hängt von der Stärke der Wolken in Jakarta ab und den ausgebauten Gegenden, die von den Regenfällen betroffen sind.
22টুইটার থেকে নিন্মলিখিত সংবাদ পাওয়া যাচ্ছে:Daher muss die Öffentlichkeit über die sich änderenden Wetterbedingungen informiert werden.
23ইরওয়ানলী: আকাশ বিষন্ন, ডেঙ্গু আর বন্যা শহরে আবার ফিরে এসেছে।Auf Twitter wird über die Überschwemmungen berichtet:
24লুসি_সানসেটগার্ল: আমার মতে সরকার এবং জনগণ উভয়ই দায়ী বাৎসরিক এই বন্যার জন্যে। নানাশ্যাম্বলস: বৃষ্টি আর ভাল লাগে না, সবখানে বন্যা।Irwanlee: Der Himmel sieht düster aus, und das Denguefieber und die Flut sind zurück in der Stadt. lusy_sunset: Ehrlich gesagt, glaube ich: Sowohl Regierung und die Menschen tragen eine Mitverantwortung an den Überschwemmung.
25খুবই গোলমেলে অবস্থা।nanashambles: Regen ist Scheiße!
26স্টোরী মাস্টারকিউ: ক্রান্তিকাল চলছে।Überschwemmungen überall. Chaotische Sache.
27জাকার্তায় প্রতি পাঁচ বছর পর বিশাল বন্যা হয়।storymasterq: Die Kaltfront zieht weiter.
28তবে পরবর্তী বিশাল বন্যাটি হওয়ার কথা ছিল ২০১২ সালে।Jakartas Große Flut kommt normalerweise alle 5 Jahre, aber die Nächste wäre erst 2012.
29কেয়ামতের আলামত?Apokalypse?
30বন্যা ইন্দোনেশিয়ায় নতুন কিছু না।Überschwemmungen sind häufig in Indonesien.
31রিয়াউ বন্যাকবলিত ইন্দোনেশিয়ার কাম্পারে নিন্মের ছবিগুলো তুলেছে:Riau zeigt Bilder aus dem indonesischen Kampar, wo es vor einigen Wochen Überschwemmungen gab.
32ছবি রিআউ ডেইলি ফটোর সৌজন্যেFotos via Riau Daily Photo