Sentence alignment for gv-ben-20110523-17565.xml (html) - gv-deu-20110520-3226.xml (html)

#bendeu
1উগান্ডাঃ ছবিতে ওয়াক টু ওয়ার্ক নামক প্রতিবাদUganda: Walk to Work-Proteste in Bildern
2এই প্রবন্ধটি উগান্ডার ওয়াক টু ওয়ার্ক নামক প্রতিবাদের উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3উগান্ডার নাগরিকরা তেল এবং খাবারের দাম বেড়ে যাবার এবং দ্রুত মুল্য বৃদ্ধির প্রতিবাদে তথা কথিত ওয়াক টু ওয়ার্ক নামক প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে, এটি বেশ কয়েকজন বিরোধী নেতার করা প্রতিবাদের নামে এর নামকরণ করা হয়।
4এই সব নেতারা এপ্রিল মাস থেকে কাজে যাবার জন্য হাঁটতে শুরু করে।Dieser Artikel ist Teil unserer Sonderberichterstattung Uganda: Walk to Work-Proteste.
5মূলত যারা ভাড়া বাড়ার কারণে সাধারণ পরিবহণের ভাড়া দেওয়ার সামর্থ্য হারিয়ে ফেলেছে, তারা এর প্রতিবাদ হিসেবে কাজে যাবার জন্য হাঁটতে শুরু করে।In Uganda gehen Menschen auf die Straße, um gegen steigende Preise für Kraftstoff und Nahrungsmittel sowie gegen die starke Inflation zu demonstrieren.
6পরে নেতারা এই প্রতিবাদের সাথে নিজেদের একাত্মতা ঘোষণা করে। পুলিশ, প্রতিবাদকারীদের উপর গোলাপী রঙ, কাঁদুনে গ্যাস এবং তাজা বুলেট ব্যবহার করে।Die so genannten Walk to Work-Protesten sind nach einer Handvoll Oppositionsführer benannt, die im vergangenen April verhaftet wurden, als sie sich in Solidarität Menschen anschlossen, die zu Fuß zur Arbeit gingen, weil sie sich keine öffentlichen Verkehrsmittel mehr leisten können.
7এখানে ছবিতে ওয়াক টু ওয়ার্ক নামক প্রতিবাদকারীদের কাহিনী তুলে ধরা হচ্ছে।Die Polizei setzt rote Farbe, Tränengas und scharfe Munition gegen die Demonstranten ein.
8কেন কেনিয়া এবং তানজানিয়ার নাগরিকরা প্রতিবাদ করছে না?Im Folgenden siehst du die Walk to Work-Proteste in Bildern.
9এই কারণে এই অঞ্চলের মধ্যে কেবল উগান্ডার নাগরিকরা খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদ করছে।Deshalb demonstrieren nur die Menschen in Uganda in der Region gegen hohe Nahrungsmittelpreise.
10ছবি টুইটার ব্যবহারকারী @মাগুমায়ার সৌজন্যে। সাংবাদিকরাও নিরাপদ নয়:Foto freundlich zur Verfügung gestellt von Twitter-User @mugumya.
11সাংবাদিক মিশেল কাকুমিরিজি যখন#ওয়াক২(টু)ওয়ার্ক নামের প্রতিবাদের সংবাদ গ্রহণ করছিলেন তখন উগান্ডার নিরাপত্তা বাহিনী তার উপর হামলা চালায়।
12ছবি টুইটার ব্যবহারকারী @নো_ডিকটেটরশিপ-এর সৌজন্যে। কাজে যাবার জন্য হাঁটো, এরপর বাঁচার জন্য দৌড়াও:Journalist Micheal Kakumirizi wurde Opfer der ugandischen Sicherheitskräfte bei der Berichterstattung über den #walk2work Protest.
13উগান্ডার পুলিশের অভিযান। ছবি টুইটার ব্যবহারকারী @নো_ডিকটেটরশিপ-এর সৌজন্যে।Foto freundlich zur Verfügung gestellt von Twitter-User @no_dictatorship.
14নাগরিকরা কি বুনো পশুতে পরিণত হয়ে গিয়েছে?:Die ugandische Polizei im Einsatz.
15উগান্ডার সামরিক বাহিনী উগান্ডার নাগরিকদের খুঁজে বের করে তাদের উপর হামলা চালাচ্ছে।
16ছবি টুইটার ব্যবহারকারী @নো_ডিকটেটরশিপ-এর সৌজন্যে।Foto freundlich zur Verfügung gestellt von Twitter-User @no_dictatorship.
17একটি কারণের জন্য আমরণ অনশন:Die ugandische Armee jagt Ugander.
18মাকেরেরে এলাকার কাউন্সিলার বার্নাড লুইগা পুলিশের নির্মমতার প্রতিবাদে অনশন শুরু করেছে।Foto freundlich zur Verfügung gestellt von Twitter-User @no_dictatorship.
19মাকেরেরে বিশ্ববিদ্যালয়ের বাইরে সে তার অনশনে কেন্দ্র স্থাপন করেছে। ছবি টুইটার ব্যবহারকারী @পিজেকানইওয়া।Bezirksrat für Makerere, Bernard Luyiga, ging in den Hungerstreik, um gegen die Brutalität der Polizei zu demonstrieren.
20নারীরা সম্মানের দাবিদার উগান্ডার নারীরা পুলিশকে বলছে।Er campierte vor der Universität Makerere.
21যেন তারা মেয়েদের গ্রেফতার সময় তাদের দেহের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে।Foto freundlich zur Verfügung gestellt von Twitter-User @pjkanywa.
22ছবি টুইটার ব্যবহারকারী @ভোট৪(ফর)আফ্রিকার সৌজন্যে পাওয়া।Ugandische Frauen ermahnen die Polizei zur Respekierung von Frauen bei Verhaftungen.
23যতক্ষণ না পুলিশ মানবাধিকারে প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে, ততক্ষণ আমি এখানে শয়ন করব।Foto freundlich zur Verfügung gestellt von Twitter-User @vote4africa.
24মাকেরেরে এলাকার কাউন্সিলার এই কথাগুলো বলেছেন:Hungerstreik gegen die Brutalität der Polizei.
25পুলিশের নির্মমতার বিরুদ্ধে অনশন।Foto freundlich zur Verfügung gestellt von Twitter-User @pjkanywa.
26ছবি টুইটার ব্যবহারকারী @পিজেকানওয়াইয়ার সৌজন্যে।Die Polizei stoppt in Kampala friedliche Demonstranten.
27পুলিশ জনতার চলাচলের স্বাধীনতাকে স্বীকার করে নাঃFoto freundlich zur Verfügung gestellt von Twitter-User @vote4africa.
28কাম্পালার পুলিশ শান্তিপুর্ণ বিক্ষোভে বাঁধা প্রদর্শন করছে। ছবি টুটার ব্যবহারকারী @ভোট৪(ফর)আফ্রিকার সৌজন্যে পাওয়া।Die ugandische Polizei ging mit exzessiver Gewalt gegen Bürger vor, die sich an den Walk to Work-Protesten beteiligten.
29উগান্ডার যে সমস্ত নাগরিকরা ওয়াক টু ওয়ার্ক নামক আন্দোলনে অংশ নিচ্ছে তাদের প্রতি পুলিশ কঠোর আচরণ করছে।Rate aber mal, wer zu Fuß auf dem Weg zur Arbeit ertappt wurde…
30কিন্তু ধারণা করুন কারা এই ওয়াক টু ওয়ার্ক আন্দোলনের প্রতি নজর রাখছে…@elijahbee sagt: Rate mal, wen ich heute Morgen zu Fuß zur Arbeit gehen sah
31@এলিজাহাবে বলছেঃ ধারণা করুন, কাদের আমি আজ সকালে কাজে যাবার জন্য হাঁটতে দেখেছি উপসংহারে, এচোএয়ালুস-এর “ যখন ক্যামেরা দেশকে মিথ্যা বলে” শিরোনামে লেখাটি পড়ুন।Zum Schluss eine Leseempfehlung für einen Artikel von Echwalu mit dem Titel „Als die Kameras das Land belogen“ [EN].