# | ben | deu |
---|
1 | কিউবা: নোভা ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের প্রকাশ | Kuba: Veröffentlichung des Open-Source-Betriebssystems Nova |
2 | কিউবার সরকার হাভানার তথ্য ও প্রযুক্তিগত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের একটা প্রকল্প মারফত তৈরি করা তাদের নিজেদের সংস্করণের ওপেন সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম অবমুক্ত করেছে। তারা আশা করে নোভা বায়রে নামক এই নতুন সিস্টেমের দ্বারা আগামী পাঁচ বছরের মধ্যে ৫০% সরকারী কম্পিউটার মাইক্রোসফট উইন্ডোজ থেকে সরানো যাবে। | Mit Hilfe eines Projekts, das an der Universität für Informationswissenschaften in Havanna [es] (im Spanischen kurz UCI) entwickelt wurde, veröffentlichte die kubanische Regierung ihre eigene Version des Open-Source-Betriebssystems Linux, mit dem Ziel, innerhalb der nächsten fünf Jahre 50 % der Regierungscomputer von Mircosoft Windows auf das neue System, genannt Nova Baire, umzustellen. |
3 | এর উন্মোচন করা হয় ইনফর্মাটিকা ২০০৯ আন্তর্জাতিক কনভেনশন আর মেলায়। | Es wurde auf der internationalen Konferenz und Messe “Informática 2009″ vorgestellt. |
4 | “টাক্স গুয়েভারা” গ্রাফিক্স ব্রুনোসিবির তৈরি এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত | Illustration “Tux Guevara” von Brunocb; Nutzung unter Creative-Commons-Lizenz. |
5 | নোভা বায়রে সফ্টওয়ারের উন্নয়ন করা হয়েছিল কারন কিউবার দ্বীপে আইনগতভাবে সফ্টওয়ার পাওয়া কঠিন এই কারনে কিছুটা কিন্তু অন্য কারনেও, যেমন ল্যাটিন আমেরিকান প্রযুক্তি সাইট ফেয়ারওয়ার এর জিরোজেন লিখেছেন, ”কিউবা মাইক্রোসফট সফটওয়ার থেকে বিপদ দেখছে কারন আমেরিকার নিরাপত্তা সংস্থাগুলো এদের অ্যাক্সেস কোড পাবে।” | Nova Baire wurde zum Teil deshalb entwickelt, weil es auf der Insel sehr schwer ist, an legale Software zu gelangen, aber auch, wie ZeroZen von der lateinamerikanischen Technologiewebsite FayerWayer [es] schreibt, weil “Kuba eine potenzielle Gefahr in MS-Software (Microsoft) sieht, da US-Nachrichtendienste an die Zugangscodes der Kubaner herankommen können.” |
6 | এই সিস্টেমের উন্নয়ন সরকারের নীতির সাথে সম্পৃক্ত করে করা হয়েছে বলা হচ্ছে। | Außerdem heißt es, die Entwicklung des Systems passe zur Ideologie der Regierung. |
7 | পেনালতিমোস ডিয়াস ইউসিআই এর ওপেন সোর্স সফটওয়ার ডিপার্টমেন্টের ডিন হেক্টর রড্রিগেজের একটা মন্তব্য উদ্ধৃত করেছে যিনি বলেছেন: | Penúlimos Días [es] veröffentlicht ein Zitat von Héctor Rodríguez, dem Dekan der Fakultät für Open-Source-Software an der UCI, der sagte: |
8 | “ওপেন সোর্স সফটওয়ার প্রচারণা কিউবার মানুষের চিন্তার সব থেকে কাছাকাছি, সব থেকে বেশী স্বাধীনতা আর সাবভৌমত্বের কারনে। | “Die Open-Source-Software-Bewegung steht der Ideologie des kubanischen Volkes am nächsten, besonders in Bezug auf Unabhängigkeit und Souveränität. |
9 | ব্যক্তিগত সফটওয়ারে ক্ষতিকর কোড আর লুকানো কিছু থাকতে পারে আর যা অন্যে হয়ত জানে না।” | Lizenzsoftware kann schwarze Löcher und bösartigen Code enthalten, wovon wir keine Kenntnis haben.” |
10 | এই সফটওয়ারের নিজস্ব ওয়েবসাইট আছে যেখানে ব্যবহারকারী নোভা বায়রে ডাউনলোড করতে পারবে আর ফোরামে সংশ্লিষ্ট বিষয় আলোচনা করতে পারবে। | Es gibt eine eigene Website [es] für die Software, von der Benutzer Nova Baire herunterladen und im Forum [es] darüber diskutieren können. |
11 | ব্লগারস কিউবার টিবিএস এরই মধ্যে সুযোগ পেয়েছেন নোভা বায়রাকে পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করা আর তার সংক্ষিপ্ত একটা রিভিউ দিয়েছেন: | Ein Blogger, TBS von Bloggers Cuba [es], hatte bereits die Möglichkeit, Nova Baire zu testen und schreibt eine kleine Kritik: |
12 | পরিবেশনা অবশ্য ব্যবহারকারীর উপরে নির্ভর করে আর আমার মতে, এটা খুবই ব্যবহার বান্ধব আর অন্তর্জ্ঞানলব্ধ। | Wir hatten bereits die Möglichkeit, es auf einem virtuellen Computer zu testen und unser erster Eindruck war wirklich gut. |
13 | | Es kann alles, was auch die meisten Linux-Distributionen können: Office-Anwendungen, Musik- und Videodateien abspielen, Internet und Instant-Messaging, Fotoverwaltung und Ausführung zahlreicher Anwendungen in den Bereichen Arbeit und Freizeit. |
14 | স্থায়ীত্ব আর পরিবেশনার মাপকাঠিতে দেশের ওপেন সোর্স সফটওয়ার এর দিকে যাত্রার পথে এটার ব্যবহার আদর্শ বিশেষ করে সেইসব ব্যবহারকারী দ্বারা যারা মাইক্রোসফট উইন্ডোস এর মতো পদ্ধতি ব্যবহার করে থাকে। | Die Distribution konzentriert sich auf den Endbenutzer und ist meiner Meinung nach sehr benutzerfreundlich und intuitiv. Was Stabilität und Leistung angeht, könnte es im Migrationsprozess des Landes hin zu Open-Source-Software ideal für Anwender anderer Systeme wie Microsoft Windows sein. |
15 | এটা একটা ইউটিউব ভিডিও রয়েছে যেখানে নোভা বায়রের কাজের একটা স্ক্রিনশট আছে। | Ein Video auf YouTube zeigt außerdem einen Screenshot von Nova Baire in Aktion. |