# | ben | deu |
---|
1 | সম্ভাব্য নিষেধাজ্ঞার জন্য সংগ্রাম করছে লাইভজার্নাল | LiveJournal bekämpft aufkommende Zensur, aber nicht weitersagen |
2 | ছবিঃ আন্দ্রেভ সেলিকভ। | Fotomontage von Andrej Tselikow. |
3 | রাশিয়ার আইনসভার নিম্ন কক্ষ ডুমাতে একটি বিল পাস করা হয়েছে। | Alle Links in diesem Artikel führen, soweit nicht anders gekennzeichnet, zu russischsprachigen Webseiten. |
4 | এই বিলটি জনপ্রিয় ব্লগারদের গণমাধ্যমের [গ্লোবাল ভয়েসেসের রিপোর্ট অনুযায়ী] সমান হিসেবে বিবেচনা করবে। | Ein Gesetzentwurf, der beliebte Webblogs mit den großen Medienhäusern auf dieselbe Stufe stellen wird [Global Voices Bericht auf Deutsch], hat die untere Kammer des russischen Parlaments, die Duma, passiert. |
5 | বরং বিলটি পাস করতে এখনও ফেডারেশন কাউন্সিলে কিছু গতানুগতিক পদক্ষেপ এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুমোদন নেওয়া বাকি রয়ে গেছে। | Das Einzige, was jetzt noch fehlt, ist das eher oberflächliche Verfahren im Föderationsrat [obere Kammer] und im Anschluss daran wird das Gesetz von Staatspräsident Wladimir Putin unterzeichnet und verkündet. |
6 | এখন এটি একটি নিষ্পন্ন কাজ হিসেবে আবির্ভূত হয়েছে, যেটি ২০১৪ সালের ১ আগস্ট তারিখ থেকে কার্যকর হতে যাচ্ছে। যে সব রাশিয়ান ব্লগারের লেখা প্রতিদিন ৩ হাজারেরও বেশি সংখ্যক ভিন্ন ভিন্ন পাঠক পড়ে থাকেন, তাদেরকে তালিকাভুক্ত হতে হবে। | Es scheint jetzt ein Fait Accompli [eine unumkehrbare Tatsache] zu sein, dass mit Wirkung zum 1. August 2014 russische Blogger mit mehr als 3.000 eindeutigen Besuchern pro Tag dazu verpflichtet sind, sich genauso staatlich registrieren zu lassen, wie eine im Internet erscheinende Tageszeitung. |
7 | একটি অনলাইন পত্রিকাতে যেভাবে তালিকাভুক্ত হতে হয়, সেই একই উপায়ে তাঁদেরকে তালিকাভুক্ত করা হবে। তথাপি কয়েকজন রুনেট জায়ান্টরা ইতোমধ্যেই আবার লড়াই শুরু করেছেন। | Indessen holen einige Giganten des RuNet [russisches Internet] bereits zum Gegenschlag aus und verbreiten, dass sich die Durchsetzung dieses Gesetzes früher oder später als bürokratischer Alptraum erweisen wird. |
8 | তাদের এই লড়াই সম্মুখ সময়ের প্রমাণ দেয়। এটি এমন একটি আইন প্রয়োগ করতে চলেছে যা একটি যৌক্তিক দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। | Zuvor hatte Yendex.ru, Russlands mächtigste Suchmaschine, auf ihrer Webseite das Blogranking beendet [Global Voices Bericht auf Deutsch]. |
9 | রাশিয়ার সবচেয়ে ক্ষমতাবান সার্চ ইঞ্জিন হচ্ছে ইয়ানডেক্স ডট আরইউ। | Jetzt, am 23. |
10 | এর আগেই তাঁরা তাঁদের ওয়েবসাইট ব্লগগুলোকে [গ্লোবাল ভয়েসেসের রিপোর্ট অনুযায়ী] র্যাংকিং করা বন্ধ করে দিয়েছে। | April, hat Dmitri Pilipenko, Chef von LiveJournal Russland, in seinem LJ Blog folgende Nachricht gepostet: |
11 | লাইভজার্নাল রাশিয়ার প্রধান দিমিত্রি পিলিপেনকো সম্প্রতি ২৩ এপ্রিল তারিখে তাঁর এলজে ব্লগে নিচের খবরটি পোস্ট [রুশ] করেছেনঃ | |
12 | আজ থেকে সকল ব্লগ এবং সম্প্রদায়ের প্রোফাইলগুলোতে, যেগুলোর পাঠক [বন্ধু ইত্যাদি] সংখ্যা আড়াই হাজারের বেশি সেখানে পাঠক সংখ্যা উল্লেখ করার জায়গাটিতে আসল সংখ্যাটি না দেখিয়ে তাঁর পরিবর্তে ২৫০০+ চিহ্নটি দেখানো হবে। | Beginnend mit dem heutigen Tage haben alle Blogs und Gruppenprofile mit mehr als 2.500 Abonnenten [bzw. Freunden] die Anzeige 2.500+ anstelle der genauen Anzahl von Nutzern, die “Freunde von” sind. |
13 | আসল সংখ্যাটি শুধুমাত্র ব্লগ মালিক অথবা সম্প্রদায়টির মডারেটর দেখতে পাবেন। | Der exakte Wert kann nur von den Eigentümern der Blogs oder von den Moderatoren der Communities eingesehen werden. |
14 | আমি আরও বলব, যে সব ব্যবহারকারী লাইভজার্নালের সিরিলিক পরিষেবা ব্যবহার করেন, কেবলমাত্র তারা এই পরিবর্তনের কারণে কিছুটা প্রভাবিত হবেন। | Ich muss hinzufügen, dass diese Änderungen nur die Nutzer betreffen, welche die sogenannten kyrillischen Dienste von LiveJournal aktiviert haben. |
15 | একটি পাতা কতবার দেখা হল, তাঁর উপর ভিত্তি করে ব্যবহারকারী এবং সম্প্রদায়ের মাঝে ব্লগগুলোকে সারিবদ্ধ করে সাজানোও এখন বন্ধ হবে। | Das auf der Grundlage von Seitenaufrufen erfolgte Ranking von Blogs und Communities wird ebenso gestoppt. |
16 | এই সেবাটিকে আরও পরিমিত করার জন্য কিছু পদক্ষেপ নেয়ার পরিকল্পনার উপর ভিত্তি করে উপরে বর্ণিত পরিবর্তন আনা হয়েছে। | Die vorgenannten Anpassungen beruhen auf einem Maßnahmenplan zur Optimierung des Dienstes. |
17 | সবগুলো কাকতালীয় ব্যাপার রীতিমত দূর্ঘটনাজনক। | Alle Parallelitäten sind Zufall. |
18 | এই সংবাদ বিজ্ঞপ্তির শেষে পিলিপেনকোর লাজুক ইশারায় এটা স্পষ্ট যে এই নির্দেশনা সামনের “৩,০০০” বিধিনিষেধের প্রয়োগ আরও কঠিন করে তুলবে। | Pilipenkos schüchterner Hinweis am Ende der Presseerklärung verdeutlicht, dass diese Aktion allein dazu dient, die Einführung der “3.000” Regulierung zu erschweren. |
19 | তারপরও এটা অনিশ্চিত যে চূড়ান্ত হিসাব নিকাশের সময়ে এসে রসকমনাদজরকে থামানোর জন্য যদি এটি করা হয় - তবে শেষে ক্রেমলিন তাঁর শক্তি আরোপ করবে এবং ভিতরে থেকে লাইভজার্নালের সার্ভারে প্রবেশ করতে পারবে। | Es ist jedoch zweifelhaft, ob Roskomnadzor [russische Regulierungsbehörde für Medien] dadurch schlussendlich in irgendeiner Hinsicht gebremst wird. Wenn es hart auf hart kommt, kann der Kreml jederzeit durch Zwangsmaßnahmen seine Muskeln spielen lassen. |
20 | সম্ভবত এটিকে বিরোধী শক্তির মনন হিসেবে বিবেচনা করা হচ্ছে। | Wie auch immer: Was zählt, ist der Oppositionsgeist. |