Sentence alignment for gv-ben-20140718-44169.xml (html) - gv-deu-20140718-23313.xml (html)

#bendeu
1গাজায় বৃষ্টির মত গোলা বর্ষণঃ ইজরায়েল-এর গাজায় স্থল পথে হামলা চালানো শুরুEs regnet Feuer auf Gaza: Israel startet Bodenoffensive
2ফিলিস্তিনি নাগরিকরা বলছে গাজায় বৃষ্টির মত গোলা বর্ষণ করা হচ্ছে, বিশেষ করে যখন ইজরায়েল আজ রাতে, দুটি দেশের মাঝে অবরুদ্ধ গাজায় স্থল পথে হামলা চালানো শুরু করে, গাজা, যাকে এক উন্মুক্ত বন্দীশালা বলে অভিহিত করা হচ্ছে, সেখানে ২০ লক্ষ ফিলিস্তিনি নাগরিকের আবাস, যাদের কোথাও যাবার জায়গা নেই।Palästinenser sagen, es regne Feuer auf Gaza, nachdem Israel heute Nacht in diesem besetzten Gebiet eine Bodenoffensive [en] startete. In Gaza, oft als Gefängnis unter freiem Himmel bezeichnet, leben mehr als zwei Millionen Palästinenser, die sich von dort nicht fortbewegen können.
3গাজার একদিকে ইজরায়েল-এর সীমান্ত, অন্য পাশে মিশর, যে এখন গাজার সাথে তার সীমান্ত বন্ধ করে রেখেছে।An einer Seite grenzt es an Israel, an der anderen Seite wird es von Ägypten blockiert.
4জেহান এওয়ানফাররা, টুইটারে যার কিনা ৮০০০ অনুসারী রয়েছে, সে বলছে:Auf Twitter berichtet Jehan Alfarra ihren 8.000 Followern:
5এখন: যখন স্থলে পথে গাজায় হামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, তখন আজ রাতে গাজায় বৃষ্টির মত গোলাবর্ষণ করা হচ্ছে!JETZT: Es regnet heute Nacht FEUER auf Gaza, denn die israelische Bodenoffensive ist auf dem Weg! Betet für Gaza.
6গাজা রাইটস ব্যাক, টুইটারে যারা ৩৬৪০০ অনুসারী রয়েছে, তিনি বলছেন স্থল পথে হামলা শুরু হয়েছে এবং ভারি বোমা বর্ষণ “সমগ্র গাজাকে আগুনের এক কুণ্ডে” পরিণত করেছে”:Gaza Writes Back, mit 36.400 Followern auf Twitter, sagt, der Beginn der Invasion auf dem Landweg und der heftige Beschuss habe “ganz Gaza zu einem Feuerball” gemacht:
7ইজরায়েল সীমান্ত দিয়ে স্থল পথে আক্রমণ শুরু করেছে এবং সমগ্র গাজা এলাকাকে আগুনের এক কুণ্ডে পরিণত করেছে…Israel startet eine Bodenintensive und verwandelt den gesamten Gazastreifen in einen Feuerball.
8এবং আইফালাস্তিন, যে কিনা গাজাতে বাসা করে, টুইটারে সে তার ২৬৮০০ অনুসারীর জন্য টুইট করেছে:Gaza wird angegriffen. Und iFalasteen, ebenfalls aus Gaza, twittert seinen 26.800 Followern:
9এখন সমুদ্র, মাটি এবং আকাশ সবখান থেকে গাজায় বৃষ্টির মত গোলা বর্ষণ করছে… সকল কিছুর উপর ইজরায়েল বোমাবর্ষণ করছেEs regnet Bomben über den Gazastreifen vom Meer her, vom Land und aus der Luft… Israel bombadiert alles…
10এছাড়াও, গাজাতে, টুইটারে যার ১০,০০০ অনুসারী রয়েছে সেই প্যালেস্টাইন নামক টুইটার ব্যবহারকারী আজ রাতে গাজায় যে বোমা বর্ষণ ঘটেছে, তার এই ছবি প্রদর্শন করেছে:Auch aus Gaza, veröffentlicht Palestine diese Fotos der Bombardierung von Gaza heute Nacht und zeigt sie den 10.000 Followern auf Twitter:
11এখন পর্যন্ত এটাই সবচেয়ে ভয়াবহ হামলা !!Das ist der heftigste Angriff bislang!
12তার অন্য এক ছবিতে সে উল্লেখ করেছে :Betet für Gaza.
13এমনকি, গাজায় আজ রাতে চাঁদ পর্যন্ত লাল হয়ে গেছে…Zu einem anderen Bild kommentiert iFalasteen:
14ফটোগ্রাফার জাভেদ শাফতাওয়াই, গাজা সীমান্ত থেকে তোলা একটি ছবি প্রদর্শন করেছে, যেটিতে হামলা শুরুর বিষয়টি উঠে এসেছে:Selbst der Mond ist heute Nacht in Gaza rot… Gaza wird angegriffen.
15Der Fotograf Jehad Saftawi läd dieses Foto von der Grenze von Gaza hoch, auf dem der Beginn der Operation zu sehen ist:
16ইজরায়েল-এর স্থল পথে হামলা চালানো শুরু, এই হচ্ছে গাজার সীমান্ত।Die israelische Bodenoffensive auf den Gazastreifen hat begonnen, hier an der Grenze zu Gaza.
17Lara Abu Ramadan, palästinensische Journalistin, Übersetzerin und freie Fotografin mit Wohnsitz in Gaza, erklärt:
18এদিকে গাজার বাসিন্দা, ফিলিস্তিনের সাংবাদিক, অনুবাদক এবং ফ্রি ল্যান্স ফটোগ্রাফার লারা আবু রামাদান ব্যাখ্যা করছে:Das ist grauenvoll, Ich kann ein gewaltiges Feuer sehen in Richtung der israelischen Panzer im Westen des Gazastreifens.
19এটা বীভৎস,পশ্চিম গাজায় আমি ইজরায়েল-এর ট্যাঙ্ক থেকে বিশাল বিশাল সব গোলা নিক্ষেপের দৃশ্য দেখতে পাচ্ছি।Der palästinensische Blogger Haitham Sabbah verlinkt diese Liveübertragung aus Gaza: Online-Liveübertragung vom Angriff auf Gaza.
20আর ফিলিস্তিনি ব্লগার হাইথাম সাবাহ, গাজা থেকে এই সরাসরি স্ট্রিমিং-এর এই লিঙ্কটি তুলে ধরেছে:Der Journalist Richard Hall, der in Paris lebt, erinnert seine 6.800 Follower:
21গাজা থেকে সপ্তাহের প্রতিদিনের প্রতি মূহূর্তের সংবাদ (২৪/৭) অনলাইনে সরাসরি স্ট্রিমিং করা হচ্ছেDas letzte Mal, als Israel in Gaza einmarschiert ist, wurden 1.387 Palästinenser getötet.
22এদিকে, প্যারিস ভিত্তিক সাংবাদিক রিচার্ড হাল, টুইটারে যার ৬৮০০ অনুসারী, তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন:773 Zivilisten, darunter 320 Kinder und 109 Frauen. (Quelle: B'Tselem)
23গাজায় এর আগে সর্বশেষ যে বার ইজরায়েল হামলা চালিয়েছিল, সেবার ফিলিস্তিনের ৭৭৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল, যাদের মধ্যে ৩২০ জন ছিল শিশু এবং ১০৯ ছিল নারী (সূত্রঃ বি'ৎসেলেম)Heute ist der 12. Tag des Beginns der “Operation Schutzrand”, in deren Folge bereits 230 Palästinenser ums Leben kamen, darunter Frauen und Kinder und mehr als 1.500 Menschen verletzt wurden.
24“অপারেশন ডিফেন্সিভ এজ” নামক ইজরায়েল-এর হামলা শুরুর পর আজ ১১ তম দিবস অতিক্রান্ত হল, যে হামলায় নারী ও শিশু সহ ২৩০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত এবং ১,৫০০ জন নাগরিক আহত হয়েছে।Aus Gaza hat die Hamas, die den Landstreifen seit 2007 beherrscht, Raketen auf Israel gefeuert [en].
25২০০৭ সাল থেকে গাজা শাসন করা হামাস, ইজরায়েল-এ মিসাইল ছুঁড়েছে।Die meisten Geschosse, die in Israel landen, hinterlassen keinen ernsthaften Schaden.
26সেখানে ছোঁড়া তাদের বেশীরভাগ মিসাইল যুক্তরাষ্ট্রের অর্থায়নে নির্মিত ‘আয়রন ডোম' বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার কারণে তেমন কোন গুরুতর ক্ষতি সাধন করতে সক্ষম হয়নি,গার্ডিয়ান পত্রিকার মতে যা ব্যবস্থা অন্তত ৭০টি ক্ষেপণাস্ত্র হামলা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।Das ist unter anderem dem von den USA mitfinanzierten Raketenabwehrsystem Iron Dome [eiserne Kuppel] zu verdanken, das laut eines Berichts des Guardian [en] bislang 70 Geschosse abfangen konnte.
27সামগ্রিক হামলার ফলে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।Mit der Bodenoffensive ist zu erwarten, dass die Zahl der Todesfälle steigen wird.