# | ben | deu |
---|
1 | দ্বিতীয় দফা নির্বাচনে ভোট দেয়ার অপরাধে আঙুল হারালেন বেশ কয়েকজন আফগান | Afghanistan: Brutale Angriffe der Taliban bei zweiter Runde der Präsidentschaftswahl |
2 | ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কে জড়িয়ে পড়লো আফগানিস্তানের নির্বাচন কমিশন। | Die unabhängige Wahlkommission ist nach der Wahl 2014 in Afghanistan in einen Skandal verwickelt. |
3 | ছবি উইকিপিডিয়া কমন্সের সৌজন্যে। | Foto via Wikipedia Commons |
4 | গত শনিবারের নির্বাচনে ৭ মিলিয়ন আফগান ভোট দিয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের নির্বাচন কমিশন। | |
5 | আর এই নির্বাচনের মধ্যে দিয়ে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তন হচ্ছে। | Alle Links führen, soweit nicht anders gekennzeichnet, zu englischsprachigen Webseiten. |
6 | প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসুরী কে হবেন, তা ঠিক হতে যাচ্ছে। নির্বাচনে ভোটারদের মধ্যে ৪০% ছিল নারী ভোটার। | Sieben Millionen Afghanen gingen laut der unabhängigen Wahlkommission (IEC) am vergangenen Samstag zur Wahl, um in einer Stichwahl den Nachfolger von Präsident Hamid Karzai zu wählen. |
7 | এদিকে ভোট দেয়ার অপরাধে তালিবানরা ১৮ জন আফগান সৈন্য এবং ৭৬ জন সাধারণ মানুষকে হত্যা করেছে। | Das Ergebnis dieser Wahl wird entscheidend sein für den ersten demokratischen Machtwechsel in der Geschichte Afghanistans. |
8 | তাছাড়া ১০ জনের বেশি ভোটারের হাতের আঙুল কেটে দিয়েছে। | Fast 40 Prozent der Wählenden waren Frauen. |
9 | তালিবানদের এমন হিংস্র কর্মকাণ্ড ভোটারদের ভোট দানে বিরত রাখতে পারেনি। | Schätzungen zufolge wurden 18 afghanische Soldaten und 76 Zivilisten während der Wahl ermordet. |
10 | মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গবেষণা সহকারী আহমেদ সুজা ব্যাখ্যা করে বলেছেন, ভোটাররা ভোটদানে অবিচল ছিলেন: | Mehr als zehn Menschen berichteten, dass ihnen von den Taliban Finger abgehackt wurden, um sie davon abzuhalten ihre Stimme abzugeben. |
11 | ভোট শুরু হওয়ার আগমুহূর্তে তালিবানরা কাবুলের মুখে মূহুর্মুহু রকেট লাঞ্চার নিক্ষেপ করেছে। | Diese Einschüchterungstaktik blieb anscheinend jedoch wirkungslos. Ahmad Shuja, wissenschaftlicher Mitarbeiter bei Human Rights Watch, beschreibt die Entschlossenheit der Menschen zu wählen folgendermaßen: |
12 | ভুমিকম্পের মতো কেঁপে উঠেছে চারপাশ। | Die Taliban haben versucht, Kabul mit Raketen zu erschüttern. |
13 | তবে ভোটাররা এরচেয়েও তুমুল বেগে উচ্ছ্বাসের সাথে ভোট দিতে গেছে। | Ein Erdbeben hat Kabul erschüttert, als die Wahllokale öffneten, doch die Wähler lassen sich nicht erschüttern. |
14 | জুলাই মাসের ২ তারিখে প্রাথমিক ফলাফল প্রকাশিত হবে। তখনই জানা যাবে আবদুল্লাহ আবদুল্লাহ না আশরাফ ঘানি দেশটির পরবর্তী প্রধান নির্বাচিত হবেন। | Vorläufige Ergebnisse werden für den 2. Juli erwartet und werden erste Hinweise darauf geben, wer der nächste Staatschef wird - Abdullah Abdullah oder Ashraf Ghani. |
15 | পুর্ণাঙ্গ ফলাফল জানা যাবে জুলাইয়ের ২২ তারিখে। | Die endgültigen Ergebnisse werden am 22. |
16 | এদিকে আফগানিস্তানের জন্য এই নির্বাচন কেন গুরুত্ববহ টুইটারে তার ব্যাখ্যা দিয়েছেন আফগান সাংবাদিক ফারজাদ লামি: | Juli veröffentlicht. Farzad Lami, afghanischer Journalist, drückte die Bedeutung dieses Ereignisses treffend in einem Tweet aus: |
17 | আজ থেকে পনের বছর আগে নিজের পছন্দমতো পোশাক পরার অধিকার ছিল না আফগানদের। আজ তারা তাদের নেতা নির্বাচনের জন্য ভোট দিচ্ছে। | Vor 15 Jahren hatten die Menschen in Afghanistan nicht das Recht selbst darüber zu entscheiden, wie sie sich kleiden, heute wählen sie ihr Staatsoberhaupt. |
18 | এই নির্বাচনের মাধ্যমে আফগানিস্তানের দীর্ঘমেয়াদি ভবিষ্যতের উপরও প্রভাব ফেলবে। | Bedenken über die langfristige Zukunft des Landes bleiben jedoch bestehen. |
19 | এশিয়া সোসাইটির আফগান বিষয়ক ফেলো রামিন আনসারি লিখেছেন: | Ramin Anwari, afghanisches Mitglied der Asia Society, schrieb dazu: |
20 | নির্বাচনে ভোট দিয়ে লক্ষ লক্ষ আফগান তাদের পরিপক্কতার প্রমাণ দিলেন। | Millionen von Menschen haben ihre Reife bewiesen, indem sie bei der Wahl in Afghanistan abgestimmt haben. |
21 | সাধারণ মানুষের ভোটাধিকারের প্রতি সম্মান দিয়ে এখন রাজনীতিবিদরা পরিপক্কতার প্রমাণ দিলেই হয়। | Hoffentlich sind die Politiker genauso reif und respektieren das Ergebnis. |
22 | ভয়েস অব আমেরিকার সাংবাদিক জীলা জান তালিবান কর্তৃক আঙুল কেটে নেয়া একজন ভোটারের উদ্ধৃতি দিয়ে লিখেছেন: | Zheela Jan, Journalistin der Voice of America, zitierte einen der Wähler, dessen Finger Berichten zufolge von den Taliban abgehackt wurde: |
23 | নির্বাচনের সময়ে হেরাতে তালিবানরা যে ভোটারের আঙুল কেটে দিয়েছে তিনি আশনাটিভি-কে বলেছেন, যেকোনো সময়ে ভোটের জন্য তার ৯টার বেশি আঙুল আছে। আফগানিস্তান বর্তমানে নানা ধরনের সমস্যা মোকাবেলা করছে। | Der Mann, dessen Finger von den Taliban abgehackt wurde, sagte Ashna TV gegenüber, dass er noch neun weitere Finger hat, mit denen er jederzeit wählen kann. |
24 | এরমধ্যে অন্যতম হচ্ছে তালিবান কর্তৃক নিরাপত্তা সমস্যা। তাছাড়া অর্থনীতি, নাজুক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতির বিষয় তো রয়েছেই। | Afghanistan steht vor zahlreichen Herausforderungen - dazu zählen unter anderem die Sicherheitsbedrohung durch die Taliban, eine hoffnungslose Wirtschaft, eine schwache Strafverfolgung und Korruption endemischen Ausmaßes, um nur einige zu nennen. |
25 | তবে গত কয়েক মাসে দু'দফা নির্বাচনে আফগানদের ব্যাপক উপস্থিতি এটাই প্রমাণ করে, এইসব সমস্যা নিয়েও আফগান জনগণ সামনের দিকে এগিয়ে যেতে চায়। | Allerdings ist klar, dass die Afghanen, nach monatelangen Wahlkampagnen und einem großartigen Ergebnis nach dem ersten und zweiten Wahlgang, entschlossen sind trotz dieser Herausforderungen nach vorne zu blicken. |
26 | নির্বাচনে নির্বাচনী দুর্নীতি একটি বড় ইস্যু ছিল। | Wahlbetrug bleibt eines der großen Probleme. |
27 | কিছু মিডিয়া অবশ্য নির্বাচন কমিশনের দাবি করা ৭ মিলিয়ন ভোটার উপস্থিতির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। | In manchen Medien wurden bereits Zweifel laut bezüglich der Behauptung der IEC, dass sich sieben Millionen Menschen an der Wahl beteiligt hätten. |
28 | এদিকে নির্বাচন কমিশনের প্রধান জিয়া-উল-হক আমারকাহিলের একজন সহকারি নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় থেকে অব্যবহৃত ব্যালট বক্সসহ ধরা পড়েছেন। | Zudem wurden Mitarbeiter von Zia-ul-Haq Amarkahil, Sekretariatsleiter der IEC, dabei ertappt wie sie versuchten mit unbenutzten Stimmzetteln die Zentrale der IEC zu verlassen. |
29 | এ ঘটনায় এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। | Zur Klärung dieses Vorfalles wurde ein Untersuchungskomitee gegründet. |
30 | আমারকাহিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি এই ব্যালট বক্স তার পছন্দের কোনো প্রার্থীর পক্ষে ব্যবহার করতেন। যদিও আমারকাহিল সব অভিযোগ প্রত্যাখান করেছেন। | Amarkhail, der beschuldigt wurde, die Stimmzettel zugunsten eines bestimmten Kandidaten verwendet zu haben, wies alle Anschuldigungenen zurück und behauptete, hereingelegt worden zu sein. |
31 | প্রেসিডেন্ট প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ নির্বাচনের দিন এক সংবাদ সম্মেলনে এ ঘটনার তদন্ত দাবি করেছেন। তা না হলে তিনি নির্বাচনের ফলাফল বর্জনের হুমকি দিয়েছেন। | Während einer Pressekonferenz am Tag nach der Wahl forderte Präsidentschaftskandidat Abdullah eine Unterschung des Vorfalles und drohte die Wahlergebnisse nicht anzuerkennen, sollte keine Untersuchung stattfinden. |
32 | আরেক প্রেসিডেন্ট প্রার্থী ঘানিও টুইটারে নির্বাচনী দুর্নীতির তদন্ত দাবি করেছেন: | Auch Präsidentschaftskandidat Ghani äußerte sich besorgt über die Betrugsvorwürfe und und forderte über Twitter ebenfalls eine Untersuchung der Vorfalles: |
33 | আমরা জোর দাবি জানাই নির্বাচন কমিশন এবং ইসিসি দুর্নীতির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করুক। এবং এ ব্যাপারে তদন্ত পরিচালনা করুক। | Wir fordern sowohl die IEC als auch die ECC (Wahlbeschwerdekommission) dazu auf, Wahlbetrug ernst zu nehmen … und entsprechende Fälle zu untersuchen. |
34 | এদিকে ঘানির নির্বাচন পরিচালনা কমিটি ভোটের আগেই ভোটারদের কাছে অনুরোধ করেছিল, দুর্নীতির ঘটনা দেখামাত্রই তারা যেন তাদেরকে অবহিত করেন। | Ghanis Team hatte Wähler zuvor dazu aufgefordert, sie zu kontaktieren, sollten sie Zeuge von Betrugsfällen werden oder Betrug vermuten. |
35 | সবার কাছে অনুরোধ, আপনারা কোনো ধরনের দুর্নীতি দেখামাত্র এই নম্বরগুলোতে ফোন করে আমাদের জানাবেন। | Aufruf an alle: Bitte rufen Sie uns unter folgenden Nummern an, falls sie Zeuge von Wahlbetrug oder Fehlverhalten unserer Beobachter geworden sind. |
36 | নির্বাচনে অংশগ্রহণকারী দু'টি দলের সমর্থকদের মধ্যেও ব্যাপক সংঘর্ষ হয়েছে। | Zwischen den Unterstützern beider Lager kam es zu Angriffen und Ausschreitungen. |
37 | স্থানীয় সংবাদমাধ্যমের ভা্ষ্যমতে, আবদুল্লাহ'র সমর্থকরা ঘানি'র সমর্থকদের মারপিট করেছেন। | Laut lokaler Medien wurden Anhänger Ghanis von Abdullah-Unterstützern verprügelt. |
38 | তবে আবদুল্লাহ তার এক টুইটারে ঘানির সমর্থকদের আগ্রাসনকারী হিসেবে অভিহিত করেছেন: | Ein Tweet von Abdullah Abdullah lässt jedoch vermuten, dass Ghanis Männer die Aggressoren waren: |
39 | বিরোধী পক্ষ আমাদের পর্যবেক্ষকদের ওপর আক্রমণ করেছে। এটা শুধু অবিবেচকের মতো কাজই নয়, একই সঙ্গে এটা নির্বাচনী আইনেরও লংঘন। | Gewalttätige Angriffe des gegnerischen Lagers auf unsere Wahlbeobachter sind nicht nur unmoralisch, sondern verstoßen auch gegen die geltenden Regeln und Vorschriften dieser Wahl. |
40 | আগামী জুলাই মাসের ২২ তারিখে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে। | Am 22. Juli wird das offizielle Ergebnisse feststehen. |
41 | দুজন প্রেসিডেন্ট প্রার্থীকেই ঠিক করতে হবে তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, না প্রতিযোগিতায় নামবেন। | Es wird dann an den beiden verbleibenden Kandidaten liegen zu entscheiden, ob sie das Ergebnis anerkennen oder anfechten [de]. |