# | ben | deu |
---|
1 | যুদ্ধ এবং উইকিলিকসের বাইরে আফগান ফোটো ব্লগাররা | Afghanische Fotoblogger: jenseits von Krieg und Wikileaks |
2 | দেশের বিভিন্ন প্রেক্ষাপটের ছবি প্রকাশ করে আফগান ব্লগাররা যুদ্ধ এবং উইকিলিকসের বাইরে এক আফঘানিস্তানকে তুলে ধরেছে। | Afghanische Blogger veröffentlichen Fotos von den unterschiedlichen Seiten ihres Landes und zeigen so ein Afghanistan jenseits von Krieg und Wikileaks. |
3 | এক পুরষ্কার বিজয়ী ব্লগার নাসিম ফেকরাত আমাদের আফঘানিস্তান দেশটির দুটি দিক তুলে ধরছেন- দেশটির প্রাকৃতিক সৌন্দর্য্য - একই সাথে “কুৎসিত” দিক, দেশটির দারিদ্র্যকে। | Nasim Fekrat, ein preisgekrönter afghanischer Blogger, vermittelt [en] uns sowohl die schönen Seiten Afghanistans - die landschaftlichen Reize der Natur - als auch die „hässliche“ Seite, die Armut. |
4 | আফঘানিস্তানের সৌন্দর্য্য | Afghanistans Schönheit |
5 | বন্দ-ই আমির হ্রদ। ছবির স্বত্ত্বাধিকারী নাসিম ফেকরাত (অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে) | Band-e Amir-Seenkette, Copyright des Fotos bei Nasim Fekrat (Verwendung mit seiner Erlaubnis) |
6 | নাসিম লিখেছেন: | Nasim schreibt [en]: |
7 | ১৯৬০ সালে বন্দ-ই আমির আফঘানিস্তানের প্রথম জাতীয় উদ্যানে পরিণত হয়, কিন্তু সে সময় কাবুলে অস্থিতিশীল সরকার থাকার কারণে, এটি পূর্ণতা লাভ করতে পারেনি। | Band-e Amir sollte in den 60er Jahren der erste Nationalpark Afghanistans werden, doch kam es aufgrund der Instabilität der Regierung in Kabul zu jener Zeit nicht dazu. |
8 | ২০০৪ সালে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে একে অর্ন্তভুক্ত করার জন্য বন্দ-ই আমিরের নাম জমা দেওয়া হয়। | Im Jahr 2004 wurde vorgeschlagen, Ban-e Amir als Weltkulturerbe anzuerkennen. |
9 | অবশেষে ২০০৮ সালে বন্দ-ই আমিরকে আফঘানিস্তানের জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা প্রদান করা হয়। | Schließlich erklärte man Ban-e Amir 2008 zu Afghanistans erstem Nationalpark. |
10 | তিনি একই সাথে গরিবরা যে দারিদ্রের সাথে লড়াই করছে তা তুলে ধরেছেন: | Er zeigt auch die schwierige Situation der Armen: |
11 | জীবনের নির্মম ছবি, বামিয়ানের বিশাল বৌদ্ধমূর্তির কাছে এলাকাটি অবস্থিত, এক বিরল প্রত্নতাত্ত্বিক এলাকা। | Bild eines harten Lebens, in der Nähe der Buddha-Statuen von Bamiyan. |
12 | ছবি নাসিম ফেকরাত (অনুমতি নিয়ে ছবি ছাপা হয়েছে) | Copyright des Fotos bei Nasim Fekrat (Verwendung mit seiner Erlaubnis) |
13 | এই ব্লগার বলছেন: | Der Blogger berichtet [en]: |
14 | অনেক দরিদ্র্য পরিবার গুহার মধ্যে বাস করে, কারণ তারা এত গরীব যে সরকার যদিও তাদের বলছে, তারা ওই এলাকার ক্ষতি সাধন করছে, তারপরেও তারা এই এলাকা ছেড়ে অন্য কোথাও বাস করতে পারছে না। বামিয়ানের বিশাল বৌদ্ধমূতির কাছের এলাকটি একটি প্রত্নতাত্ত্বিক এলাকা। | Viele der verarmten Familien leben in Höhlen und sind zu arm, um irgendwo anders zu wohnen, auch wenn die Regierung immer wieder betont, sie fügten dem Gebiet Schaden zu, da es sich in unmittelbarer Nähe der Buddha-Statuen von Bamiyan befindet, einer seltenen archäologischen Stätte. |
15 | এরা সকলেই উদ্বাস্তু যারা তালেবান শাসনামলে এরা পালিয়ে গিয়েছিল এবং এখন তারা আফঘানিস্তানের অন্য সব এলাকা থেকে ফিরে আসছে। গুহায় যারা বাস করে তারা সকলেই হাজারা জাতির লোক। | Sie alle sind Flüchtlinge, die während der Talibanherrschaft aus den Kampfgebieten geflohen und nun aus den anderen Landesteilen Afghanistans zurückgekehrt sind. |
16 | যারা ধর্মীয় দিক থেকে ভিন্ন সম্প্রদায়ের লোক ও জাতিগতভাবে আলাদা এবং তারা তালেবানদের নিষ্ঠুর শাসনের হাত থেকে রক্ষা পেয়েছে। | Die Höhlenbewohner sind alle Hazara, eine eigene religiöse und ethnische Gruppe, die die extreme Verfolgung unter den Taliban überlebt haben. |
17 | আসাদুল্লাহ হাবিবজাদে একজন ফটো ব্লগার (ছবি প্রকাশ করে এমন ব্লগার) ও সাংবাদিক যিনি আফঘানিস্তানের হেরাতে বাস করেন। | Asadollah Habibzadeh, ein Fotoblogger und Journalist aus Herat in Afghanistan veröffentlicht [fa] mehrere Fotos von Herat. |
18 | আসাদুল্লাহ হেরাতের বেশ কিছু ছবি প্রদর্শন করেছেন। | Cartoon-Ausstellung in der Bibliothek von Herat: |
19 | হেরাতের গ্রন্থাগারে কার্টুন ছবি প্রদর্শনী: এই সব ছবি আমাদের আফঘানিস্তানের অভ্যন্তরে নিয়ে যায়, হেরাতের মৌমাছি পালন ব্যবসা থেকে শুরু করে শহরের এক নারী সম্মেলন পর্যন্ত। | Die Fotos führen uns auf eine Reise durch Afghanistan, von einem Imker [fa] in Herat bis hin zu einer Frauenkonferenz [fa] in der Stadt. |