Sentence alignment for gv-ben-20130518-36524.xml (html) - gv-deu-20130918-16820.xml (html)

#bendeu
1‘সিরিয়া আনটোল্ড’: সিরীয় বিপ্লবের গল্প বলাSyria Untold: Geschichte(n) von der syrischen Revolution
2Mehr als zwei Jahre nach dem Aufstand in Syrien geht der Kampf vor Ort weiter.
3সিরীয় গণজাগরণের দু বছরের বেশ সময় অতিক্রান্ত হওয়ার পরেও যখন সেখানে লড়াই চলছে , সেখানে দশক পর দশক ধরে বিচ্ছিন্ন এবং নিরবতার পর নতুন এক আত্ম প্রকাশ ক্রা এবং সৃষ্টিশীল সিরিয়ার উত্থান ঘটেছে, হরতাল থেকে অবস্থান ধর্মঘট, সৃষ্টিশীল গান ও ব্যানার থেকে নাগরিকদের অজস্র বিক্ষোভ, দেশটির একনায়কের বিরুদ্ধে প্রতিদিনের প্রতিরোধ, বিশেষ করে সে সব সংবাদ যা মূল ধারার প্রচার মাধ্যমে উঠে আসে না, সেই সব সংবাদ তুলে ধরার মাধ্যমে।Zugleich ist nach Jahrzehnten der Isolation und des Schweigens ein neues, freimütiges und kreatives Syrien entstanden. Ob Streiks, Sitzblockaden, kreative Lieder und Spruchbänder oder die zahllosen Demonstrationen der syrischen Bürger: Der tägliche Widerstand gegen die Tyrannei dauert an, wenn die Mainstream-Medien auch kaum davon berichten.
4গত কয়েক মাস ধরে আমি এক ডিজিটাল মিডিয়া প্রজেক্টে, সিরিয়ার একদল সাংবাদিক, লেখক, প্রোগ্রামার এবং ডিজাইনারদের সাথে কাজ করছি, যারা সিরিয়া এবং বিদেশে বাস করে, যারা সিরীয় বিপ্লবের কাহিনী তুলে ধারার বিষয়ে মনোযোগ প্রদান করে।Ich habe einige Monate lang mit einer Gruppe syrischer Journalisten, Autoren, Programmierer und Designer, die in Syrien und im Ausland tätig sind, an einem Projekt im Bereich der digitalen Medien gearbeitet, dessen Schwerpunkt die Geschichte der syrischen Revolution bildet.
5সিরিয়া আনটোল্ড-এর উদ্বোধনের জন্য আমরা প্রস্তুত, ১৪ মে হচ্ছে আমাদের বিশেষ সেই দিন।Jetzt sind wir so weit - Syria Untold geht online.
6আমাদের প্রজেক্ট হচ্ছে কন্টেন বা লেখনী যা কিনা সোশ্যাল মিডিয়া এবং সংগৃহীত তথ্য ও মাঠ পর্যায়ের একটিভিস্টদের মৌলিক লেখার সাথে মিশিয়ে আমাদের দলের তৈরী করা লেখা।Im Rahmen dieses Projekts kombinieren wir die Aufbereitung von Inhalten aus sozialen Medien und von Informationen, die durch Aktivisten zusammengetragen und veröffentlicht wurden, mit Inhalten, die unser Team selbst erstellt.
7সিরিয়া আনটোল্ড-এর দুটি সংস্করণ রয়েছে, ইংরেজী এবং আরবি।Es gibt eine englische und eine arabische Version.
8আমরা মাঠ পর্যায়ের আন্দোলন, নাগরিক অবাধ্যতা, শিল্প এবং সৃষ্টিশীল কাজের মাধ্যমে গণজাগরণের কাহিনীর প্রতি মনোযোগ প্রদান করব, এই সমস্ত কণ্ঠস্বরের কাহিনী, যা কিনা সাধারণত মূল ধারার প্রচার মাধ্যমে প্রকাশ হয় না।Im Mittelpunkt steht dabei die Geschichte des Aufstands in Form von Bürgerkampagnen, zivilem Ungehorsam, Kunst und Kreativität. Ausdrucksformen, denen die Mainstream-Medien meist keine Beachtung schenken.
9সিরিয়ায় ক্রমে সামরিক অভিযান বৃদ্ধি এবং নাগরিকদের সকল প্রকার মত প্রকাশকে দমন করার শাসকদের প্রচেষ্টার প্রেক্ষাপটেও প্রতিদিন প্রতিরোধের কাহিনী জন্ম নিচ্ছে।Die Geschichte des Widerstands, der Tag für Tag fortdauert, der zunehmenden Militarisierung des Landes und den Versuchen des Regimes, jede Art der Meinungsäußerung durch syrische Bürger zu unterbinden, zum Trotz.
10আমরা এই সমস্ত কণ্ঠস্বরকে তুলে ধরতে এবং এই প্রেক্ষাপটকে বোঝার ক্ষেত্রে অন্যদের সাহায্য করতে চাই।Wir wollen auf diese Ausdrucksformen aufmerksam machen und den Menschen dabei helfen, sie im Kontext zu verstehen.
11সিরিয়ার আনটোল্ড-এর সাথে গ্লোবাল ভয়েসেস অনলাইন কাজ করবে।Syria Untold ist ein Projekt in Kooperation mit Global Voices Online.
12নাগরিক কন্ঠ ও মাঠ পর্যায়ের উদ্যোগের প্রতি গ্লোবাল ভয়েসেস-এর আগ্রহের কারণে সিরিয়া আনটোল্ড-এ প্রকাশিত হওয়া পোস্টগুলো গ্লোবাল ভয়েসেস-এর সম্পাদকরা সম্পাদনা করবে এবং স্বেচ্ছাসেবকেরা তা অনুবাদ করবে।Die Beiträge auf der Website werden im Sinne der Zielsetzung von Global Voices, Bürgerstimmen und -initiativen hervorzuheben, von GV-Redakteuren redigiert und von ehrenamtlichen Übersetzern übersetzt.
13এই বিষয়টিকে সফল করার জন্য আমাদের সকলের সাহায্য প্রয়োজন, তাই #সিরিয়াআনটোল্ড-এর সাথে থাকুন!Wir brauchen die Hilfe aller, um das Projekt zu verwirklichen - verfolgen Sie mit, wie sich #syriauntold entwickelt!
14http://www.syriauntold.com/http://www.syriauntold.com/
15সিরিয়া আনটোল্ড সম্বন্ধে:Über Syria Untold:
16সিরিয়া আনটোল্ড হচ্ছে একটি স্বাধীন মিডিয়া প্রজেক্ট যা সিরিয়ার এই চলমান সংঘর্ষ এবং প্রতিরোধের বিভিন্ন কাহিনী অনুসন্ধান করছে ।Syria Untold ist ein unabhängiges Projekt im Bereich der digitalen Medien, in dessen Mittelpunkt Geschichten von den Kämpfen in Syrien und die verschiedenen Formen des Widerstands stehen.
17আমরা, সিরিয়ার একদল লেখক, সাংবাদিক, প্রোগ্রামার এবং ডিজাইনার, যারা সিরিয়া ও সিরিয়ার বাইরে বাস করি, তারা সিরীয় বিপ্লবের কাহিনী তুলে ধরার চেষ্টা করছি, যা কিনা সিরিয়ার বিভিন্ন পুরুষ ও নারী প্রতিদিন লিখে যাচ্ছে।Wir sind eine Gruppe syrischer Autoren, Journalisten, Programmierer und Designer, die in Syrien und im Ausland leben und versuchen, die Geschichte der syrischen Revolution zu beleuchten, die Tag für Tag von Syrern und Syrerinnen geschrieben wird.
18এক দশকের নিপীড়ন এবং স্থবির হয়ে থাকার পর মাঠ পর্যায়ের লড়াই-এ নাগরিক সৃষ্টিশীলতায় নিজস্ব ব্যবস্থাপনা এবং স্বয়ং শাসন ও বিরামহীন ভাবে প্রচারণা চালিয়ে যাওয়ার মাধ্যমে নতুন এক সিরিয়ার আত্মপ্রকাশ ঘটেছে।Aus Bürgerkampagnen, neu entstehenden Formen der Selbstverwaltung und -regierung sowie unzähligen Beispielen des kreativen Ausdrucks syrischer Bürger ist nach Jahrzehnten der Unterdrückung und Lähmung ein neues, freimütiges Syrien hervorgegangen.
19যেখানে মূল ধারার প্রচার মাধ্যমগুলো ক্রমশ অঞ্চলগত পরিপ্রেক্ষিত এবং সামরিক দিক থেকে ঘটনাবলী বিশ্লেষণ করছে, আর সিরিয়ার অভ্যন্তরীণ উন্নয়ন গতিশীলতার প্রতি কম মনোযোগ প্রদান করছে, সেখানে আমরা বিশ্বাস করি যে সিরিয়ার এই সংঘর্ষের অনেক দিক এখনো অনাবিষ্কৃত, অনেক কাহিনী যা উপেক্ষা করার মত বিষয় নয়, তা ভুলে যাওয়া হয়েছে।Die Mainstream-Medien konzentrieren sich immer stärker auf geostrategische und militärische Gesichtspunkte und weniger auf die interne Dynamik vor Ort. Daher wird, so denken wir, über viele Aspekte der Kämpfe in Syrien, über viele Geschichten, die nicht in Vergessenheit geraten sollten, nicht berichtet.
20প্রতিদিনের প্রতিরোধ এবং সৃষ্টিশীলতার কাহিনীতে স্বাগতম, সিরিয়ার আনটোল্ড-এ স্বাগতম।Hier finden die Geschichten von täglichem Widerstand und Kreativität ihren Platz. Willkommen bei Syria Untold.