# | ben | deu |
---|
1 | প্যালেস্টাইন: প্রতিদিনের জীবনযাপন ছবিতে বন্দী | Palästina: Den Alltag abbilden |
2 | আপনি কি জানেন যে ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনে ৮ লক্ষ জলপাই গাছ শিকড় সহ উপড়ে ফেলা হয়েছে ? | Alle Links in diesem Artikel führen, soweit nicht anders gekennzeichnet, zu englischsprachigen Webseiten. |
3 | এটি প্রায় ৩৩ টি কেন্দ্রীয় উদ্যান ধ্বংস করে দেয়ার সমান। | Wem ist bekannt, dass seit 1967 in Palästina 800.000 Olivenbäume entwurzelt wurden? |
4 | আপনি কি জানেন, পশ্চিম তীরে একজন ফিলিস্তিনির জন্য প্রতিদিন মাত্র ৭০ লিটার পানি বরাদ্দ দেয়া হয় ? | Das entspricht der Zerstörung von 33 New Yorker Central Parks. |
5 | যদিও জাতিসংঘ একজন মানুষের জন্য প্রতিদিন কমপক্ষে ১০০ লিটার পানি বরাদ্দ রাখার পরামর্শ দিয়ে থাকে। | Wer weiß, dass Palästinensern in der Westbank nur 70 Liter Wasser pro Tag zugeteilt werden, obwohl das von den Vereinten Nationen empfohlene Minimum 100 Liter pro Tag sind? |
6 | যুক্তরাজ্যের জনগণ প্রতিদিন ১৫০ লিটার পানি পেয়ে থাকে। | Bürger in Großbritannien profitieren von 150 Litern pro Tag. |
7 | আপনি কি আরও জানেন যে শরনার্থী ছাড়াও ফিলিস্তিনি জনগণের আরও ৫ ধরনের পরিচয় পত্র আছে? এগুলোর মাঝে ৪ টি পরিচয় পত্রই ইসরায়েলী সরকার ইস্যু করে থাকে। | Und wer weiß schon, dass - abgesehen der Flüchtlinge - Palästinenser fünf verschiedene Arten von Ausweisen kennen, von denen vier durch die israelische Regierung ausgestellt werden? |
8 | জনগণ কোথায় বাস করতে পারবে, তারা কোন কোন সেবা পাবে এবং রাজনৈতিক ব্যবস্থাতে তারা কীভাবে অংশ গ্রহণ করবে এসব কিছুরই একটি নির্দিষ্ট সীমানা তৈরি করে দেয়া হয়েছে। | |
9 | ফিলিস্তিনিদের দৈনন্দিন বাস্তব জীবন খুব জটিল - যা একজন বাইরের লোকের পক্ষে বুঝতে পারা আরও কঠিন। | Das System schränkt ein, wo Menschen leben, auf welche Dienstleistungen sie zurückgreifen dürfen und wie sie am politischen System teilnehmen können. |
10 | “ফিলিস্তিন/ইসরাইলের একটি বাস্তব তথ্য পূর্ণ সত্য-ভিত্তিক গল্প বর্ননা করতে সৃজনশীল ভিজুয়াল” তৈরি করে ফিলিস্তিনিদের এই কথাগুলো ছড়িয়ে দেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ভিজুয়ালাইজিং প্যালেস্টাইন। | |
11 | কাজটি ‘ডয়েচ ভেলে সেরা ব্লগ লেখা প্রতিযোগিতা'য় সামাজিক কাজের জন্য তাদের পুরস্কার এনে দিয়েছে। | Die Realität des Alltags ist für Palästinenser komplex und für einen Außenstehenden schwer zu verstehen. |
12 | আবেদনময় একটি ইনফোগ্রাফিক্সে রুপান্তরিত করতে দুষ্পাচ্য তথ্য এবং জটিল বর্ণনাকে অনলাইন অথবা অফলাইন যেকোন প্রচারাভিযানে ব্যবহার করতে আরও সহজবোধ্য করে তোলা হচ্ছে। | Aber das Projekt “Visualizing Palestine” nahm sich dieser Herausforderung an, dies bekannt zu machen und “kreative Visualisierungen” zu schaffen, “die auf Grundlage der tatsächlichen Rechtslage die Lebenssituation in Palästina/Israel beschreiben”. |
13 | কাঙ্ক্ষিত জনগোষ্ঠীর কাছে যেন আরও সহজে পৌঁছানো যায় সে লক্ষে তাদের বার্তাগুলোকে আরও শক্তিশালী করা এই প্রকল্পটির অন্যতম একটি লক্ষ্য। | Ihr Werk hat ihnen die Auszeichnung der Jury des Wettbewerbs Best of the Blogs [de] der Deutschen Welle in der Kategorie “Social Activism” eingebracht. |
14 | এর ফলে এই তথ্যের প্রভাব আরও বিস্তৃত হবে। অনেকগুলো পথে এবং একটি ক্রিয়েটিভ কমন্স কপিরাইটের সাহায্যে এই ভিজুয়ালগুলোতে প্রবেশ করা যাবে। | In Form ansprechender Infografiken werden schwer verdauliche Daten und komplizierte Details verständlich und können für Kampagnen online oder offline genutzt werden. |
15 | ভিজুয়ালগুলো বেশ কয়েকটি ভাষায় অনুবাদ করা হয়েছে। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে দলটির প্রথম প্রচার কাজ প্রকাশিত হওয়ার পর থেকে এটি সবার মনোযোগ কেড়ে নেয়। | Zum Ziel des Projekts gehört es auch, ihre Botschaften besser an ihre Zielgruppen zu bringen und damit die Wirkung dieser Informationen zu erhöhen. |
16 | হাফিংটন পোস্ট, ফাস্ট কোম্পানি, আল-জাজিরা ইংরেজী এবং ওপেন ডেমোক্রেসি সহ অন্যান্য অনেক আন্তর্জাতিক প্রকাশনায় দলটির কাজ তুলে ধরা হয়েছে। | Die Visualisierungen, die in vielfacher Form verfügbar sind und dem Urheberrecht der Creative Commons unterliegen, wurden in eine Reihe von Sprachen übersetzt. Identitätskrise: Das israelische Ausweissystem, Visualizing Palestine & Conor McNall (CC BY-NC-ND). |
17 | সর্বশেষ ছবিটি পাওয়া জন্য তাদের এই প্রক্রিয়াটি সব শেষে ৮টি ধাপে বর্ননা করা হতে পারেঃ ১. চিহ্নিত করণঃ নতুন দিক নির্দেশনা এবং ধারণা চিহ্নিত করা | 5 Broken Cameras [Filmtitel]: Mit dem Widerstand von Bil'in groß werden, Naji Elmir, die Infografik bezieht sich auf den Dokumentarfilm unter demselben Titel (CC BY-NC-ND). |
18 | ২. গবেষণা: অশোধিত তথ্য সংগ্রহ করা এবং তথ্য সূত্রগুলো যাচাই করে দেখা। | Zu Khader Adnans Hungerstreik im Protest über seine Inhaftierung, ohne dass Anklage erhoben wurde, Naji El Mir (CC BY-NC-ND). |
19 | ৩. গল্পঃ একটি আকর্ষণীয় গল্পে রুপান্তরিত করা ৪. সংক্ষিপ্তঃ সংক্ষেপে অনুবাদ করা | Der Prozess, der durchlaufen wird, um das endgültige Bild zu erhalten, kann in acht Schritten zusammengefasst werden: |
20 | ৫. নকশাঃ ভিজুয়াল উপায়ে প্রকাশ করতে ডিজাইনারদের নিয়োগ করা ৬. মান নিশ্চিত করতে কাজের পরীক্ষা নিরীক্ষা করা | Alle verwendeten Quellen werden genau dokumentiert auf der Webseite von Visualizing Palestine, was besonders wichtig ist, da verlässliche Quellen es erschweren, die dargestellten Informationen anzufechten. |
21 | ৭. অনলাইনে কাজটিকে প্রকাশ করা ৮. পরিমাপ করাঃ এটির প্রভাব এবং দ্রুত ছড়িয়ে পড়া পথ অনুসরন করা | 800.000 Olivenbäume entwurzelt, das sind 33 Central Parks, Polypod und Philippe Ghabayen (CC BY-NC-ND). |
22 | ভিজুয়ালাইজিং ফিলিস্তিন ওয়েবসাইটে ব্যবহৃত সকল সূত্রের নথি তৈরি করে রাখা হয়েছে - বিশেষকরে, নির্ভরযোগ্য সূত্রের মতো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো প্রদর্শিত তথ্য ভুল প্রমাণ করার কাজটিকে তা আরও কঠিন করে তুলেছে। | |
23 | ভিজুয়ালাইজিং ফিলিস্তিন হচ্ছে ভিজুয়ালাইজিং ইম্প্যাক্ট এর একটি প্রকল্প। | So enden 30 Milliarden US-Dollar amerikanischer Militärhilfe an Israel - Waffen, Naji Elmir und Polypod (CC BY-NC-ND). |
24 | প্রচারাভিযান পরিচালনাকারী এবং সক্রিয় কর্মীদের জন্য ডাটা ভিজুয়ালাইজেশন এবং ডাটা এনিমেশন তৈরি করতে প্রকল্পটি কাজ করছে। | Visualizing Palestine ist eine Initiative des Projekts Visualizing Impact, das daran arbeiten, Datenvisualisierungen und -animationen für Kampagnen und Aktivisten zu schaffen. |