Sentence alignment for gv-ben-20130511-36485.xml (html) - gv-deu-20130515-15430.xml (html)

#bendeu
1৪১৬ ঘণ্টার জীবনযুদ্ধে জয়ী রেশমা!Frau nach 17 Tagen aus Trümmern in Bangladesh befreit
2বাংলাদেশের সাভারে গার্মেন্টস ভবন ধসের ১৭ দিন পর মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০৫৫ যা ৯/১১ টুইন টাওয়ার ধ্বংসের ঘটনার পর দ্বিতীয় মারাত্মক বাড়ি ধস। একই দিনে জীবিত উদ্ধার করা হয়েছে এক পোশাক শ্রমিককে।Am selben Tag, an dem die Zahl der Todesopfer des Einsturzes einer neunstöckigen Fabrik in dem am Rande Dhakas, der Hauptstadt Bangladeschs, gelegenen Ort Savar auf 1055 stieg, wurde die Arbeiterin Reshma Begum nach 17 Tagen lebend aus den Trümmern befreit.
3২৪ বছর বয়সী এই মেয়েটির নাম রেশমা। উদ্ধারকারীরা তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছেন।Das Unglück ist der verheerendste Gebäudeeinsturz seit dem 11. September.
4ধসে পড়া ভবনের দ্বিতীয় তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন রেশমা।Begum war im zweiten Stock des Gebäudes als Näharbeiterin tätig.
5বিল্ডিং ধসের পরপরই তিনি বেজমেন্টে একটি নামাজ ঘরে আশ্রয় নেন এবং একটি পাইপের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নিয়ে এবং মৃত সহকর্মীদের ব্যাগের খাবার খেয়ে বেঁচে থাকেন।Zum Zeitpunkt des Einsturzes befand sich die 24-Jährige in einer Moschee im Untergeschoss und überlebte dort 416 Stunden, indem sie durch ein Rohr atmete und nach Essbarem in den Rucksäcken verstorbener Kollegen suchte.
6পুরো ভবনটি ধসে পড়লেও তিনি বেসমেন্টে অক্ষত অবস্থায় ছিলেন।In den ersten Tagen nach dem Einsturz am 24.
7উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা নামের একটি ৯ তলা গার্মেন্টস ভবন ধসে পড়ে।April 2013 wurden 2428 Menschen aus den Trümmern befreit.
8আর জীবিত উদ্ধার করা হয়েছে ২ হাজার ৪ শত ২৮ জনকে।Die Hoffnung, dass noch weitere Überlebende in den Trümmern gefunden werden können, schwand schnell.
9অনেক দিন হয়ে যাওয়ায় উদ্ধারকারীরা আটকে পরাদের জীবিত উদ্ধারের আশা ছেড়েই দিয়েছিলেন।Rettungsarbeiter in Bangladesch bergen Näherin Reshma nach 17 Tagen aus den Trümmern des eingestürzten Gebäudes in Savar.
10উদ্ধারের পর রেশমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।Foto: Rehman Asad.
11ছবি: ছবি: রেহমান আসাদ।Copyright Demotix (10.5.2013).
12স্বত্ব: ডেমোটিক্স (১০/০৫/২০১৩)Begum zu einer Nachrichtenagentur:
13ধ্বংসস্তুপের ভেতরে ১৭ দিন বেঁচে থাকা নিয়ে রেশমা একটি সংবাদ সংস্থাকে জানান:
14আমি ১৭ দিন পানি খেয়ে বেঁচেছিলাম।Ich habe hauptsächlich von Trinkwasser gelebt.
15ভবন ধসের পরপরই আমি ভবনের নিচে আটকা পড়ি।Nach dem Gebäudeeinsturz war ich sofort gefangen.
16পরে বাঁচার জন্য ভবনে অবস্থিত নামাজ ঘরে চলে যাই।Ich suchte schnell im Gebetsraum Zuflucht.
17উদ্ধারকারীরা ওপর থেকে নানা সময়ে বোতলজাত পানি পাঠান।Die Rettungsarbeiter warfen mehrmals Wasser hinunter.
18আমি সেখান থেকে দুই বোতল পানি সংরক্ষণ করে রাখি।Ich konnte zwei Flaschen ergattern.
19সেই বোতলের পানি আমি প্রতিদিন অল্প অল্প খেয়ে জীবন বাঁচাই।Das war alles, was ich die ganze Zeit über hatte.
20রেশমার এই অলৌকিক বেঁচে সবার মাঝে আলোড়ন তোলে।Begums wundersame Rettung sorgt für Aufsehen.
21রেশমাকে জীবিত উদ্ধার করা হয়েছে শুনে ব্লগার আশরাফ শিশির টুইট করেন:Blogger Ashraf Shishir (@ashrafshishir) schreibt nachdem er die Nachricht hört:
22@ashrafshishir: অনেকদিন পর বাচ্চা ছেলের মতো কাঁদলাম।@ashrafshishir (Ashraf Shishir): Wiedereinmal weinte ich wie ein Kind.
23এইমাত্র রেশমী অথবা রেশমাকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে! …Reshmi oder Reshma wurde soeben lebend gerettet! …
24শাহানা সিদ্দিকীও কান্না লুকাতে পারেননি।Entwicklungshelfer Shahana Siddiqui (@shahanasiddiqui) ist den Freudentränen nahe.
25আনন্দাশ্রু মুছে তিনি টুইট করেছেন:Sie twittert:
26@shahanasiddiqui: রেশমা'র অলৌকিক বেঁচে থাকার সংবাদ শুনে আমি কান্না লুকাতে পারিনি।@shahanasiddiqui: Ich lese von Reshmas wundersamer Rettung und bin in Tränen!
27এখন সময় আনন্দ উদযাপনের আর বুক ভরে গর্ব করার #বাংলাদেশ #সাভারZeiten der Freude, Zeiten des Stolzes #Bangladesh #savar.
28সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা ধসে যাওয়া রানা প্লাজার বিভিন্ন ফাঁক ফোঁকরে এখনও জীবিত মানুষ খুঁজে বেরাচ্ছে।Armee und Rettungsarbeiter durchsuchen die Trümmergrube auf dem Rana Platz, wo Reshma lebend unter den Trümmern gefunden wurde.
29ছবি ফিরোজ আজমেদের.Foto: Firoz Ahmed.
30স্বত্ব: ডেমোটিক্স (১০/০৫/২০১৩)Copyright Demotix (10.5.2013)
31ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা ওয়ার্সি (@SayeedaWarsi) রেশমা উদ্ধার পাওয়ার ঘটনা শুনে টুইট করেন:Baroness Sayeeda Hussain Warsi (@SayeedaWarsi), Ministerin für auswärtige Angelegenheiten und Commonwealth-Fragen des Vereinigten Königreichs auf die Nachricht:
32@SayeedaWarsi: #সাভারে ভবন ধসের ১৭ দিনের মাথায় অভূতপূর্ব ভাবে একজন তরুণীকে জীবিত উদ্ধার করা হয়েছে।@SayeedaWarsi: Es ist ein außergewöhnliches und erhebendes Bild: 17 Tage nach dem Gebäudeeinsturz von #Savar wird eine junge Frau befreit.
33এ যেন শোকসমুদ্রে এক টুকরো আশার আলো।Ein Hoffnungsschimmer unter all dem Elend.
34বিপণন পেশাজীবি আসিফ তৌহিদ ফেইসবুকে লিখেছেন:Asif Touhid, aus dem Marketingbereich, postet auf Facebook:
35রেশমা - প্রিয় বোন, বেঁচে থাকার জন্যে তোমার ঔদ্ধত্য আমাকে বাঁচার প্রেরণা যোগায় এবং মানুষের প্রতি আস্থা আনে।Reshma … Schwester, dein Mut am Leben zu bleiben inspirierte mich und gab mir den Glauben an mein Volk zurück.
36রেশমাকে যারা উদ্ধার করে এনেছেন কামরুল হাসান তাদেরকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন:Journalist Kamrul Hasan (@_Kamrul_Hasan_) dankte allen Hilfsarbeitern für ihre harte Arbeit bei der Befreiung Begums:
37@Kamrul_Hasan: এভাবেও ফিরে আসা যায়!@Kamrul_Hasan: Sogar dies ist möglich!
38অভিনন্দন বেশমা, আপনি বেঁচে থাকুন।Herzlichen Glückwunsch Reshma, bleib gesund und am Leben.
39অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীসহ সকল উদ্ধারকারীদের।Ich danke den Rettungsmannschaften der Armee von Bangladesch für ihren Einsatz.
40এই উদ্ধার ঘটনায় মিডিয়ার ভূমিকা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। উদ্ধারের সাথে সাথেই অনেকে মাইক নিয়ে ছুটে গেছে রেশমার পাশে।Die Medien erfuhren Kritik als sie sich um die gerettete Begum sammelten und versuchten ein Interview zu ergattern.
41৭১ টিভির লন্ডন প্রতিবেদক তানভির আহমেদ ফেসবুকে তার সহকর্মীদের অনুরোধ করেছেন:Der Journalist Tanvir Ahmed auf Facebook mit der dringlichen Bitte an seine Kollegen:
42আপাতত উদ্ধারকর্মী আর চিকিৎসকদের সাক্ষাতকার নিয়ে তৃপ্ত থাকুন।Bitte begnügen Sie sich mit Interviews von Rettungsarbeitern und dem Ärtzeteam.
43এতদিন রেশমা কি খেয়ে বেঁচে ছিলো, তার জামা কাপড় এতো পরিস্কার কেন?Fragt sie nicht, wie sie so lange überlebt hat und warum ihre Kleidung nicht abgenutzt ist.
44এসকল প্রশ্নের চেয়ে মেয়েটির এখন শুধুই প্রয়োজন চিকিৎসা সেবা।Anstatt diese Fragen zu beantworten, sollte sie sofort medizinische Hilfe erlangen.
45নিখোজ বা মৃত গার্মেন্টস কর্মীদের আত্মীয় স্বজন ১৭ দিন পরেও উদ্ধারের আশা ছাড়েন নি।Angehörige von vermissten oder verunglückten Textilarbeitern und Arbeiterinnen verlieren selbst 17 Tage nach dem Unglück nicht die Hoffnung.
46ছবি শফিউর রহমান।Foto: Shafiur Rahman.
47স্বত্ব: ডেমোটিক্স (১০/০৫/২০১৩)।Copyright Demotix (10.5.2013)
48পোশাকশিল্প বাংলাদেশের সবচে' বড়ো রপ্তানি খাত।Vorgefertige Kleidung repräsentiert den wichtigsten Sektor im Exportgeschäft Bangladeschs.
49তাই সাভারের গার্মেন্টস কারখানা ধসে পড়া যেন বিশ্বের দরবারের বাংলাদেশের নিজেরই ধ্বংসস্তুপ হিসেবে উপস্থাপন।In den Augen vieler ist der Fabrikeinsturz daher schlecht für das Image des Landes.
50এটা স্মরণ রেখেই আবু মকসুদ রেশমাকে বাংলাদেশের মুখচ্ছবি হিসেবে কল্পনা করে তার ফেসবুকে লিখেছেন:Vor diesem Hintergrund machte Abu Maksud Begum in einem Post auf Facebook zum Gesicht Bangladeschs:
51১৭ দিন ধরে ধ্বংসস্তুপে বেঁচে ছিল বাংলাদেশ।Bangladesch hat 17 Tage unter Trümmern überlebt.
52রেশমা- বোন আমার অন্ধকূপ থেকে তুমি ফিরে এসেছ, তুমি দেখিয়েছ বাংলাদেশ বেঁচে থাকে, ধ্বংসস্তুপেও বাংলাদেশ বেঁচে থাকে।Schwester Reshma - du bist aus der Todesgrube zurückgekehrt. Du zeigst, dass Bangladesh sogar unter Trümmern am Leben bleibt.
53ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান অস্ট্রেলিয়ান ওয়েবসাইট নিউজ. কম.Zafar Sobhan, Redakteur der Dhaka Tribune, sagt in einem Interview mit der australischen Website News.com.au abschließend:
54এইউ তে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন:Reshma repräsentiert das Beste Bangladeschs.
55রেশমা বাংলাদেশের যা কিছু ভাল তার প্রতিনিধিত্ব করে, অনেক কষ্টের মধ্যেও দেশের রুখে দাড়ানো, এর সাহস, শক্তি, শত প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প - সবকিছু।Das Durchhaltevermögen des Landes im Angesicht von größtem Elend, seinen Mut, seine Stärke und seine Entschlossenheit unter keinen Umständen aufzugeben.