Sentence alignment for gv-ben-20140601-43498.xml (html) - gv-deu-20140530-21562.xml (html)

#bendeu
1মিশরীয় প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী সিসি; একমাত্র বিরোধীদলীয় নেতা সাবাহি তৃতীয়Sisi gewinnt ägyptische Präsidentschaftswahlen, einziger Gegner Sabahi wird Dritter
2কয়েক বছরের মধ্যে হওয়া তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচনে মিশর একজন নতুন প্রেসিডেন্ট পেল।
3জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন।Ägypten hat einen neuen Präsidenten.
4তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী হামদিন সাবাহিকে হারিয়ে তিনি শীর্ষস্থান দখল করেছেন।Das waren die dritten Wahlen, die Ägypten in so vielen Jahren erleben durfte.
5বিরোধীদলীয় নেতা সাবাহি হয়েছেন তৃতীয়। তিন দিন ধরে ভোট গ্রহণ শেষে নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে।General Abdel Fattah Al-Sisi hat einen erdrutschartigen Sieg eingefahren und damit seinen einzigen Gegner, Hamdeen Sabahi, auf den dritten Platz verwiesen.
6রিপোর্ট অনুযায়ী, সিসি শতকরা ৯৩. ৩ শতাংশ ভোট পেয়ে জিতেছেন।Nach drei Tagen der Stimmabgabe sind jetzt die vorläufigen Ergebnisse veröfentlicht worden.
7হামদিন পেয়েছেন শতকরা ৩ শতাংশ ভোট এবং শতকরা ৩. ৭ শতাংশ ভোট বাতিল বলে ঘোষণা করা হয়েছে।Sisi hat 93,3 Prozent der Stimmen gewonnen, Hamdeen drei Prozent, wobei 3,7 Prozent der Stimmen für ungültig erklärt wurden.
8নেটিজেনরা এই খবরের প্রতিক্রিয়ায় টুইটারে তিক্ত মন্তব্য করেছেন।Auf Twitter reagieren die Netzbürger mit Sarkasmus und spöttischen Bemerkungen.
9মিশরের আইদা এলকাশেফ [আরবি] বলেছেনঃDie Ägypterin Aida Elkashef sagt [ar]:
10প্রেসিডেন্ট নির্বাচনের যে ব্যাপারটিতে আপনি একই সাথে হাসবেন এবং কাঁদবেন তা হচ্ছে এখানে মাত্র দুইজন প্রার্থী ছিলেন। বাতিল হয়ে যাওয়া ভোটগুলোর সংখ্যা ঘোষণা করার পরে হামদিন তৃতীয় স্থান লাভ করেছেন।Zum Lachen und zum Heulen, dass es bei den Wahlen nur zwei Kandidaten gab und Hamdeen trotzdem den dritten Platz belegt, nachdem Stimmen für ungültig erklärt wurden.
11শেরিফ গাবের জিজ্ঞাসা করেছেনঃSherief Gaber fragt:
12২০১১ সালের বিপ্লব যদি গণজাগরণ হয়ে থাকে, তবে কি আমরা সিসি'র প্রতি এমন অতি উৎসাহী প্রতিক্রিয়াকে গণ অধঃপতন বলতে পারি ?Wenn 2011 ein Aufstand war, können wir dann diese lustlose Antwort auf Sisi als Niedergang bezeichnen?
13এদিকে মিশরীয় হোসাম আল সোক্কারি উল্লেখ [আরবি] করেছেনঃUnd der Ägypter Hosam El Sokkari stellt fest [ar]:
14মনুষ্য জাতি হচ্ছে একটি ভোট দেয়ার প্রাণী (এটা ছাড়া তাঁর আর কোন মূল্য নেই)Der Mensch ist ein wählendes Tier (sonst wäre er wertlos). #WeisheitDerWoche
15অতঃপর, নাবিল অবাক হয়েছেন যে কেন জনগণ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। কারন, সাবাহি তো প্রতিযোগীতার যোগ্যই ছিলেন না।Unterdessen fragt sich Nabeel, warum die Leute sauer sind, dass Sabahi für den Konkurrenzkampf nicht gut aufgestellt war.
16তিনি জিজ্ঞাসা করেছেনঃEr fragt:
17আমরা হামদিনকে কেন দোষ দিচ্ছি ?Aber warum schieben wir das auf Hamdeen?
18কারন, তিনি খুব সামান্য ভোট পেয়েছেন ?Wegen der wenigen Stimmen?
19এমন মূহুর্তের কথা কে চিন্তা করতে পেরেছে যে তিনি কখনও জিততে পারেন ?Hat irgendjemand für nur einen Moment lang angedeutet, er könne gewinnen?
20সিসি বিপুল সংখ্যক ভোট পেয়ে বিজয়ী হওয়া সত্ত্বেও আমরো আলি তাকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেনঃ
21সিসি কখনোই নাসেরের মতো হতে পারবেন না।Trotz Sisis erdrutschartigen Sieg, provoziert Amro Ali:
22১৯৫৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নাসেরের মতো শতকরা ৯৯. ৯ শতাংশ ভোট না পাওয়া পর্যন্ত তিনি নাসেরের মতো হতে পারবেন না।Sisi wird nie wie Nasser sein, da er niemals an Nassers 99,9 prozentigen “Sieg” bei den Wahlen 1956 herankommen wird.
23লেবাননের ব্যঙ্গ - রচয়িতা কার্ল শ্যারো আরও বলেছেনঃDer libanesische Satiriker Karl Sharro fügt hinzu:
24আপনারা শুধু বলেন, সিসি সম্ভবত কখনোই শতকরা ১০০ ভাগের বেশি ভোট পেতে পারবেন না। আপনারা এমন কথা বলেন নিজেদেরকে সব সময় সঠিক মনে করা আধিপত্যবাদী গণনার কারনে।Ihr behauptet ja nur, dass Sisi nicht mehr als 100 Prozent der Stimmen kriegen kann, weil eure Mathematik so ethnozentristisch und hegemonial ist.
25বাহরাইনের আবু ওমর আল শাফি মনে করেন, বাহরাইনও একই পরিস্থিতির শিকার।Aus Bahrain zieht Abo Omar Al Shafee Parallelen zu Bahrain.
26তিনি টুইট করেছেনঃEr twittert:
27মিশরের প্রেসিডেন্ট নির্বাচনের সফলতার মতো বাহরাইনেও নিশ্চিতভাবে সংসদ নির্বাচন সফল হতে যাচ্ছে।So wie die Präsidentschaftswahlen in Ägypten ein voller Erfolg waren, werden auch die Parlamentswahlen in Bahrain erfolgreich sein.
28যারা নির্বাচন বর্জন করবেন তাদের জন্য কোন সান্ত্বনা পুরষ্কার থাকবে না।Und für die, die die Wahlen boykottieren, wird es nachher keinen Trost geben. #GutenMorgen hahahaha
29আর পরিশেষে মিশরীয় সক্রিয় কর্মী আলা আব্দেল ফাত্তাহ টুইট করেছেনঃAbschließend twittert der ägyptische Aktivist Alaa Abdel Fattah: Sisi, du hast dich als ein totaler Idiot erwiesen.
30সিসি, আপনি শেষ পর্যন্ত একজন গাধা বলে প্রমাণিত হলেন।[In Anlehnung an den Hashtag “Mubarak erweist sich als Dieb“.]