Sentence alignment for gv-ben-20150302-47413.xml (html) - gv-deu-20150222-26672.xml (html)

#bendeu
1নারী শিক্ষার্থীর নৃশংস মৃত্যু, তুরস্ক জুড়ে শোকের ছায়াDie Türkei trauert um eine brutal ermordete Studentin
2২০ বছর বয়সী অজ্জিকেন আসলানের ছবি। তুরস্কের মার্সিনে তাকে অপহরণের পর হত্যা করা হয়।Ein Foto von Özgecan Aslan, einer 20-jährigen Frau, die in der türkischen Stadt Mersin entführt und ermordet wurde.
3ছবিটি ব্যাপক আকারে শেয়ার হয়।Weitverbreitet.
4বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২০ বছর বয়সী অজ্জিকেন আসলান ফেব্রুয়ারির ১১ তারিখে নিখোঁজ হয়েছিলেন।Die Türkei steht nach dem Fund der verkohlten Leiche der 20-jährigen Studentin Özgecan Aslan unter Schock.
5ফেব্রুয়ারির ১৩ তারিখ, শুক্রবারে নদীর পাড়ে তার মৃতদেহ পাওয়া যায়।Die Studentin galt seit dem 11. Februar als vermisst, am Freitag wurde ihre Leiche nun in einem Flussbett gefunden.
6২৬ বছর বয়সী একজন বাস চালক তাকে হত্যার কথা স্বীকার করেছে।Ein 26-jähriger Busfahrer hat den Mord an der jungen Frau gestanden.
7সুফি আলটিনদোকেন নামের ওই বাস চালকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।Suphi Altindoken, gegen den jetzt eine Anklage wegen Mordes läuft, sollte sie nur nach Hause bringen.
8ধারণা করা হচ্ছে মেয়েটি ওই বাস চালকের গাড়িতে করে বাড়ি ফিরছিল।Er selbst sagte aus, dass er zuerst versucht habe, Aslan zu vergewaltigen.
9বাস চালকের জবানবন্দি অনুযায়ী, প্রথমে সে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে।
10কিন্তু মেয়েটি বাধা দেয়। একপর্যায়ে, তাকে ছুরিকাঘাত করে।Als sie Widerstand leistete, erstach er sie.
11এতে মেয়েটি মারা যায়। হত্যা করার পরে আলামত ধ্বংস করার জন্য আলটিনদোকেন, তার বাবা এবং বন্ধু ফাতিহ গোকি মিলে লাশটি পুড়িয়ে ফেলে।Nach der Tat verbrannte Altindoken zusammen mit seinem 50-jährigen Vater und seinem Freund Fatih Gökce die Leiche, um die Beweise zu vernichten.
12নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা প্রতিদিনই ঘটছেDie alltägliche Gewalt gegen Frauen
13তুরস্কে নারীর বিরুদ্ধে সহিংসতা যেন প্রাত্যহিক রুটিনে পরিণত হয়েছে। তবে একজন অল্প বয়সী নারীর এমন দু:খজনক হত্যাকাণ্ডে দেশজুড়ে আলোড়ন তুলেছে।In einem Land, in dem Gewalt gegen Frauen erschreckend alltäglich geworden ist, löste der traurige, brutale und unmenschliche Tod der jungen Frau eine Welle der Empörung in der Bevölkerung aus.
14সাধারণ জনতা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
15যখন আসলানের লাশ পাওয়া গেল, তখন হাজার হাজার জনতা ন্যায় বিচারের দাবিতে এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন।Seit dem Fund ihrer Leiche versammeln sich in der ganzen Türkei tausende Menschen, um Gerechtigkeit für Aslan und ein Ende der Gewalt gegen Frauen zu fordern.
16আসলানের নৃশংস মৃত্যুর খবর শুনে ট্র্যাবজোন শহরে হাজারো জনতা রাস্তায় নেমে এসেছিলেন। সেই সংক্ষুব্ধ জনতার ছবি রইলো নিচে:Ein Foto von einer Demonstration für Aslan in der Stadt Trabzon am Schwarzen Meer zeigt, wieviele Menschen ihr Tod wirklich aufgerüttelt hat:
17অজ্জিকেন আসলানের জন্য ট্র্যবজোনের হাজারো জনতা রাস্তায় নেমেছে।Tausende Menschen gehen in Trabzon für Özgecan Aslan auf die Straße.
18আসলানের ঘটনার আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা #অজ্জিকেনআসলান, অজ্জিকেনের জন্য কালো কাপড় পরিধান করুন হ্যাশট্যাগ ব্যবহার করেন।Auch in den sozialen Medien diskutierten die Menschen unter den Hashtags #OzgecanAslan, #Ozgecanicinsiyahgiy (tragt schwarz für Özgecan) über den Fall Aslan.
19আপনি কি আমাদের সাথে রাস্তায় নামতে চান?Steht ihr zu uns?
20তাহলে ফেব্রুয়ারির ১৬ তারিখে #অজ্জিকেনআসলান-এর জন্য কালো কাপড় পরে আসুন।Tragt SCHWARZ für #ÖzgecanAslan am 15. Februar 2015 [Geschützter Tweet]
21নারীদের কীভাবে প্রতিবাদ করতে হবে তা না শিখিয়ে পুরুষদের কীভাবে আচরণ করতে হয় তা শেখান।Statt Frauen beizubringen, um Hilfe zu rufen, sollte man Männern beibringen, sich zu benehmen.
22#অজ্জিকেনআসলান #Ozgecanicinsiyahgiy.#OzgecanAslan #Ozgecanicinsiyahgiy.
23সীমাহীন অন্ধকারের গল্পUnzählige Geschichten und kein Ende in Sicht
24আসলানের নৃশংস হত্যাকাণ্ড তুরস্কে একটি হ্যাশট্যাগের জন্ম দেয়। সেটা হলো: আপনার গল্পও বলুন।Der Mord führte auch dazu, dass das Hastag #sendeanlat (erzähl auch deine Geschichte) eingeführt wurde, um die Erfahrungen anderer Frauen mit Belästigung und Gewalt zu sammeln.
25এটার মাধ্যমে তুরস্কের নারী জীবনের সহিংস অভিজ্ঞতার বয়ান উঠে আসে।
26টুইটারে পাওয়া কয়েকটি অভিজ্ঞতার বয়ান শুনুন তাহলে:Eine Suche auf Twitter ergibt tausende Treffer:
27রাতের বেলায় বাসে, মিনিবাসে কিংবা ডুলমাসে (এক ধরনের গণপরিবহন) যখন নিজেকে একা আবিস্কার করি, তখন খুব নিরাপত্তাহীনতায় ভুগি।Ich fühle mich unwohl, wenn ich merke, dass ich spät am Abend die einzige Frau im Minibus, Bus oder Dolmus [ein öffentliches Verkehrsmittel in der Türkei] bin.
28#sendeanlat.#sendeanlat.
29বাস স্টপেজে কিংবা রাস্তায় আপনি যখন গাড়ির অপেক্ষায় থাকেন, তখন কোনো পুরুষ আপনার মনোযোগ আকর্ষণের চেষ্টা করলে কেমন লাগে?Was ist mit den Männern, die mit dem Auto neben einem anhalten, wenn man an der Bushaltestelle steht oder am Straßenrand auf ein Taxi wartet?
30#sendeanlat#sendeanlat
31নিজের নির্যাতনের শিকার হওয়ার গল্প বলার পর মানসিক নির্যাতন পদ্ধতি প্রয়োগ করা হয়: তুমি এটা করতে পারো না, তুমি দূর্বল ইত্যাদি।#sendeanlat Dann gibt es da noch die vielen Formen der psychischen Schikane: ‘Du kannst das nicht', ‘Du bist schwach', etc.
32এই হ্যাশট্যাগের অধীনে কিছু লেখার বিষয় চিন্তা করলাম। পরে কল্পনায় দেখতে পেলাম, যা টুইট করতে চাই, তা পোস্ট না করে ডিলিট করে দিয়েছি।Denkt nur an die vielen Dinge, die unter diesem Hashtags geschrieben wurden und dann stellt euch vor, wieviele Tweets gelöscht und niemals abgeschickt wurden.
33সহিংসতার গল্প বলা সম্ভব নয়।Dafür gibt es keine Worte.
34#sendeanlat#sendeanlat
35সুশীল সমাজ প্রায়ই নারীর প্রতি সহিংসতা ও লিঙ্গ সমতা নিয়ে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এবং ক্ষমতাসীন জাস্টিস পার্টির সমালোচনা করে থাকে।Staatsbeamte und Mitglieder der konservativen Regierungspartei AKP (Gerechtigkeit) wurden bereits häufig von der Öffentlichkeit für ihre schwache Haltung zu Gewalt gegen Frauen und Gleichberechtigung der Geschlechter kritisiert.
36যদিও ফেব্রুয়ারির ১৫ তারিখে আনাতায়ায় আসলানের আয়োজিত সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী আহমেত ডাভুতোগলু বলেছেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার তিনি তাই নিবেন।Der türkische Premierminister Ahmet Davutoglu versprach bei einer Kundgebung für Aslan in Antalya am 15. Februar zwar, “alles nötige” zu tun, um Gewalt gegen Frauen zu stoppen.
37যদিও এই সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে সরকার এখন পর্যন্ত যুক্তিযুক্ত প্রস্তাব পেশ করেনি।Bisher hat die Regierung allerdings noch keine konkreten Vorschläge vorgelegt, wie dieses Problem bekämpft werden soll.
38রাষ্ট্রের মধ্যে আইডিয়ার অভাব থাকলেও নুরুল্লাহ আরডিকের মতো বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলোচনায় যোগ দিয়েছেন।Während der Staat noch keine Ideen vorgestellt hat, schalten sich nun auch andere Personen des öffentlichen Lebens wie der Universitätsdozent Nurullah Ardıc in die Debatte ein.
39তবে আরডিকের নারীদের জন্য সংরক্ষিত গোলাপি বাসের ধারণা তুর্কি সংস্কৃতির গভীরে প্রোথিত লিঙ্গীয় কুসংস্কার সমাধানে কোনো ভূমিকা রাখবে না।Ardıcs Vorschlag ‘pinkfarbener Buse‘ - farblich gekennzeichnete öffentliche Verkehrsmittel ausschließlich für Frauen - scheint die tiefverwurzelten geschlechtsspezifischen Vorurteile in der türkischen Gesellschaft eher hervorzuheben als sie zu beseitigen.