Sentence alignment for gv-ben-20120619-27875.xml (html) - gv-deu-20120617-9430.xml (html)

#bendeu
1ইয়েমেনঃ যুবরাজ নায়েফ এর মৃত্যুর পর ইয়েমেনের বিষয়াবলী দেখবে কে?Jemen: Wer wird das Jemen-Portfolio nach dem Tod von Prinz Nayef übernehmen?
2মৃত্যু সব সময় এক বেদনাদায়ক সংবাদ, কিন্তু সৌদি সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ নায়েফ বিন আবদুলআজিজ আল সাউদ-এর মৃত্যুর সংবাদ -এ, ইয়েমেনের অনেক নাগরিকের সামগ্রিক প্রতিক্রিয়া কেবল-এর মধ্যে সীমাবদ্ধ ছিল না।Todesnachrichten sind immer traurige Nachrichten, doch das war nicht die vorherrschende Reaktion vieler Jemeniten auf die Nachricht des Todes [en] des saudischen Kronprinzen Nayef bin Abdulaziz Al Saud.
3সিংহাসনের উত্তারধিকারী (ক্রাউন প্রিন্স) যুবরাজ সুলতানের মৃত্যুর পর যুবরাজ নায়েফ “ইয়েমেন বিষয়ক” ঘটনাবলী দেখার দায়িত্ব প্রাপ্ত হন এবং সংবাদ রয়েছে যে তিনি তা অত্যন্ত কঠোর তার এই দায়িত্ব পালন করেন।Prinz Nayef war nach dem Tod von Kronprinz Sultan für das “Jemen-Portfolio” verantwortlich, und er soll es mit einer eisernen Faust geführt haben.
4তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি আল কায়েদা নামক সংগঠনটিকে সৌদি আরব থেকে ইয়েমেনে স্থানান্তরিত করেন এবং উইকিলিকসে তার বক্তব্য উদ্ধৃত করা হয়েছে, তাতে জানা যাচ্ছে যে তিনি ইয়েমেনকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন।Er hat angeblich die Al Qaida von Saudi Arabien nach Jemen verlagert, und wurde in Wikileaks mit den Worten zitiert, dass der Jemen ein gescheiterter Staat sei:
5#উইকিলিকস: ‪#KSA‬ Prince Nayef to US Embassy : #কেএসএ (সৌদি আরব) যুবরাজ নায়েফ যুক্তরাষ্ট্রের দূতাবাসকে জানান “ইয়েমেন একটি ব্যর্থ রাষ্ট্র, যা অত্যন্ত বিপজ্জনক”।http://bit.ly/o3uM3O ‪#ইয়েমেন@wikileaks: ‪#KSA‬ Prinz Nayef an US Botschaft: “Der Jemen ist ein gescheiterter Staat der sehr, sehr, extrem gefährlich ist. ”http://bit.ly/o3uM3O ‪#Yemen
6জেনি হিল, চ্যাথাম হাউজের একজন সহযোগী গবেষক যিনি ইয়েমেন ফোরাম পরিচালনা করেন, তিনি উল্লেখ করেন:Genny Hill, Mitglied von Chatham House, das das Jemen Forum betreibt, bemerkte:
7@জিনিইউকেআইআমি সন্দেহ কর যে যুবরাজ নায়েফ ছিলেন রিয়াদে আলি মোহসিনের শক্তিশালী এক পৃষ্ঠপোষক#ইয়েমেন@ginnyUK Ich vermute, dass Kronprinz Nayef Ali Moshins stärkster Rückhalt in Riyadh war #Yemen
8নীচে ইয়েমেন থেকে আসা কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল।Nachfolgend einige der Reaktionen aus dem Jemen.
9আতিয়াফ আলওয়াজির টুইট করেছেন:Atiaf Alwazir twitterte:
10@ওমেনফ্রমইয়েমে: সিংহাসনের উত্তরাধিকারী #সৌদি যুবরাজ নায়েফ মৃত্যু বরণ করেছেন- এই বিষয়টি #সৌদি আরব এবং তার প্রতিবেশী রাষ্ট্র #ইয়েমেন এবং # বাহরাইন-এর ঘটনাবলীর বিষয়ে প্রচণ্ড প্রভাবের সৃষ্টি করবে। http://www.guardian.co.uk/world/2012/jun…@WomanfromYemen: ‪#Saudi‬ Arabiens Kronprinz Nayef ist gestorben - das wird viele Folgen in #Saudi und den benachbartem #Yemen und #Bahrain haben‬ http://www.guardian.co.uk/world/2012/jun…
11বুরজ আলমারে-এর সাথে যোগ করেছে [আরবী ভাষায়]:Brooj Alamary fügt hinzu [ar]:
12আমি সৌদি আরবের এজেন্ট, শেখ, সামরিক নেতাদের প্রতি আমার শোকবার্তা প্রকাশ করছি, যারা আমাদের মাতৃভূমিকে বিক্রি করে দিয়েছে এবং সিংহাসনের উত্তরাধিকারীর যুবরাজের মৃত্যুর ঘটনায় আমাদের সম্মান নিয়ে ব্যবসা করেছে, তারা তাদের সম্মানের বাহক এবং নিজেদের ক্ষুধার প্রশমনকারী… নায়েফ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু ভাড়াটে খুনীরা রয়ে গেছে।Ich spreche mein Beileid den saudischen Beauftragten, den Scheichen und militärischen Führern aus, die unsere Länder verkauft und Geschäfte mit unserer Ehrung des Todes des Kronprinzen gemacht haben, dem Sponsor ihrer Gunst und Beschwichtigter ihres Hungers… Nayef ist gegangen und die Söldner bleiben.
13ভদ্রমহিলা এর সাথে যোগ করেছেন:Sie fügt hinzu:
14ইয়েমেন থেকে বাহরাইন পর্যন্ত সকলের কাছে কাছে নায়েফ-এর মৃত্যু ততটা বেদনাদায়ক নয়… কেন সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ?Vom Jemen bis Bahrain sieht der Tod von Nayef nicht nach Trauer aus…. Warum Kronprinz?
15এই বিষয়ে আমর বাদর-এর, এক প্রবল প্রতিক্রিয়া রয়েছে, সে টুইট করেছে:Amr Badr twitterte eine stärkere Reaktion: Prinz Nayefs Errungenschaften..
16যুবরাজ নায়েফ-এর অর্জন, আল কায়দাকে সৌদি আরব থেকে ইয়েমেনে পাঠিয়ে দেওয়া… পরম করুণাময় যেন তাকে দয়া প্রদর্শন না করেন।Al Qaida von Saudi Arabien in den Jemen verlagern .. Möge Gott keine Gnade mit ihm haben
17মাই সালেহ ব্যঙ্গাত্মকভাবে উল্লেখ করেছে:Mai Saleh vermerkt sarkastisch:
18তারা বলে যে মৃতের ভালো কাজের কথা স্মরণ কর…এবং ইয়েমেন বিষয়ে যুবরাজ নায়েফ-এর করা ভালো কাজ অনুসন্ধান করতে করতে আমি ক্লান্ত… তবে যাই হোক পরম করুণাময় যেন তাকে ক্ষমা করে।Sie sagen, man soll sich an die Güte der Verstorbenen erinnern .. und ich ermüde auf der Suche nach Güte von Prinz Nayef gegenüber dem Jemen.. trotzdem, möge Gott ihm vergeben
19সাম ওয়াদ্দাহ টুইট করেছে:Sam Waddah twitterte:
20@সামওয়াদ্দাহ: আমি নায়েফ-এর মৃত্যুর সংবাদে আনন্দিত নই, যে কারো মৃত্যুর ক্ষেত্রে আমি আনন্দ অনুভব করি না।@SamWaddah: Ich bin nicht glücklich über Nayefs Tod! Ich bin nie glücklich über IRGENDJEMANDS Tod!
21নায়েফের মৃত্যুর সংবাদে আমি যতটা বেদনার্ত, তাঁর চেয়ে আমি বেশী বেদনার্ত #সিরিয়ায় নিহত হওয়া শিশুদের জন্য।Aber ich bin trauriger wegen der Kinder, die in #Syrien sterben als wegen Nayef
22ঘানেম এম টুইট করেছে:Ghanem M twitterte:
23সৌদি সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ নায়েফ এর মৃত্যুর সংবাদে, তার মৃত্যুতে একদিনের শোক ঘোষণা করার বিষয়ে হাদির (ইয়েমেনের রাষ্ট্রপতি) সাথে এক আলোচনা চলছে ।Konferenz mit (Präsident) Hadi über die Ankündigung eines Trauertages in Nayef für den Tod des Kronprinzen Nayef bin Abdul Aziz ist im vollen Gange
24এবং সবশেষে ইয়েমেনের প্রাক্তন রাষ্ট্রপতি সালেহ-এর এক প্যারোডি একাউন্ট ব্যঙ্গাত্মকভাবে একটি বিশেষ কমিটির কথা উল্লেখ করে টুইট করেছে।:Schließlich gibt es noch ein unechtes Konto des früheren Präsidenten Saleh, das sich mit einem Tweet auf die Sonderkommission [en] bezieht:
25আমি বিস্মিত হব, যদি বিশেষ কমিটি যাতায়াত ভাড়া প্রদান করে যাতে আমরা মৃতের প্রতি আমাদের শোক প্রদর্শন করতে পারি।Ich frage mich, ob die Sonderkommission uns unsere Reisekosten erstattet, damit wir unser Beileid bekunden können
26সংবাদে জানা গেছে যে যুবরাজ নায়েফের মৃত্যুর পর যুবরাজ সালমানকে সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ (ক্রাউন প্রিন্স) মনোনীত করা হয়েছে এবং যুবরাজ আহমেদ বিন আবদুল আজিজ স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন ।Prinz Nayef soll von Prinz Salman gefolgt werden, der der neue Kronprinz sein wird, und Prinz Ahmed bin Abdulaziz wird seine Rolle als Innenminister übernehmen.
27তবে ইয়েমেনের নাগরিকরা এখন ভাবছে যে আগামীতে ইয়েমেনের ঘটনাবলী দেখাশোনা করবে কে এবং ইয়েমেনের ক্ষেত্রে এই বিষয়টি কি ভাবে প্রভাব ফেলতে যাচ্ছে।Die Jemeniten fragen sich indes, wer das Jemen-Portfolio übernehmen wird, und welche Folgen dies für das Land haben wird.