Sentence alignment for gv-ben-20120418-25137.xml (html) - gv-deu-20120423-7742.xml (html)

#bendeu
1মেক্সিকো: ভাইরাল ভিডিওর শিশুরা রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারণাকে কাঁপিয়ে দিয়েছেMexiko: Kinder in viralem Video mischen Präsidentschaftswahlkampf auf
2মেক্সিকোর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারণার প্রেক্ষাপটে, ৯ এপ্রিল, ২০১২-এ, শুরু হওয়া নুয়েস্ট্রো মেক্সিকো ডেল ফিউচুরা [স্প্যানিশ ভাষায়], (যার মানে হচ্ছে আমাদের ভবিষ্যতের মেক্সিকো) নামক এক আন্দোলন, একটি ভিডিও প্রকাশ করেছে, যার শিরোনাম হচ্ছে, “নিনোস ইনকোমাডোস এক্সিজেন এ ক্যান্ডিডেটস) (প্রার্থীদের প্রতি শিশুদের এক অস্বস্তিকর আহ্বান)।Im Rahmen des derzeit in Mexiko stattfindenden Wahlkampfes für die nächste Präsidentschaftswahl verbreitete die Bewegung Nuestro México del Futuro [es] (Unser Mexiko der Zukunft) ab dem 9. April 2012einen Videoclip mit dem Titel “Niños incómodos exigen a candidatos” (Unbequeme Kinder fordern Kandidaten auf) an.
3৪ মিনিট, ২ সেকেন্ডের এই ভিডিওতে মেক্সিকোর প্রতিদিনের বেদনাদায়ক ঘটনার দৃশ্যাবলী প্রদর্শন করা হয়েছে (ডাকাতি, অপহরণ, সংঘর্ষ, সরকারি দুর্নীতি, ট্রাফিক জ্যাম এবং পরিবেশ দূষণ), আর সে ঘটনাবলিতে অভিনয় করেছে শিশুরা।Während vier Minuten und zwei Sekunden stellt der Clip traurigerweise alltägliche Szenen für die Mexikaner dar (Raubüberfälle, Entführungen, Armut, Gewalt, Korruption der Beamter, chaotischer Verkehr und Umweltverschmutzung), gespielt von Kindern, mit einer starken Schlußbotschaft für die Präsidentschaftskandidaten:
4আমার জন্য এই এই রকম একটা ভবিষ্যত অপেক্ষা করছে। আপনারা দলের জন্য কাজ করা বন্ধ করুন এবং আমাদের জন্য নয়।Wenn dies die Zukunft ist, die mir bevorsteht, möchte ich sie nicht.
5দেশের উন্নয়নের যে চিত্র তুলে ধরার চেষ্টা করছেন জনাব জোসেফিন, মি: আন্দ্রে ম্যানুয়েল, মি.Hört auf, für eure Parteien und nicht für uns zu arbeiten.
6এনরিকে, মি. গ্যাব্রিয়েল, সেই সময় এখন শেষ হয়ে গেছে।Hört auf, das Land so oberflächlich zu regeln.
7ইতোমধ্যে মেক্সিকো তলানিতে গিয়ে ঠেকেছে। আপনারা কি কেবল রাষ্ট্রপতির আসনে বাসার জন্য আপনাদের লক্ষ্য স্থির করেছেন, নাকি আপনারা আমাদের দেশের ভবিষ্যত পরিবর্তন করতে যাচ্ছেন?Frau Josefina, Herr Andrés Manuel, Herr Enrique, Herr Gabriel, es gibt keine Zeit mehr, Mexiko hat den Tiefpunkt erreicht.
8ভাইরাল (দ্রুত ছড়িয়ে পড়া) ভিডিওটি সবজায়গায় ছড়িয়ে পড়ে এবং ফেসবুকে ও টুইটারে হাজার হাজার নাগরিক তা শেয়ার করে, সাধারণত ভাইরাল ভিডিও দ্রুত প্রতিক্রিয়ার সৃষ্টি করা।Haben Sie es nur auf die Präsidentschaft abgesehen oder werden Sie die Zukunft unseres Landes ändern? Der Clip wurde viral und und tausende Benutzer bei Facebook und Twitter veröffentlichten ihn.
9ভিভের মেক্সিকোর কাতিয়া আলবিটের [স্প্যানিশ ভাষায়], এই ভিডিওর প্রশংসা করেছে, কিন্তু ভিডিও নিয়ে তার সংশয় প্রকাশ করেছেন এবং এই ভিডিওর নির্মাণের পেছনে কারা সেই নিয়ে প্রশ্ন তুলেছে:So wie es häufig geschieht mit Viralclips, kamen die Reaktionen rasch. Auf Vivir México, lobte Katya Albiter [es] das Video.
10দুর্ভাগ্যজনকভাবে, আমি খুব সহজেই এই ভিডিওর একটি বিষয়টি এড়িয়ে যেতে পারিনি, কারণ আবেগের বাইরেও, এই ভিডিও দেখে প্রথমেই আমার মনে হয়েছে যে, এটা আসলে শিশুদের কাজ না, এর প্রোডাকশন খুব ভালো মানের এবং এটি দারুণভাবে নির্মিত।Sie blieb aber skeptisch und fragte sich wer dahinter stecke: Leider kann ich mich nicht so einfach mitreißen lassen, weil das erste, was ich nach der Aufregung denke, ist: dieses Video ist kein Zeug für Kinder.
11এবং এরপরে আমি বিস্মিত যে, এর পেছনে কারা কাজ করেছে?Die Produktion ist zu gut und zu gepflegt.
12এর তৎক্ষণাৎ উত্তর হচ্ছে, এটি নুয়েস্ত্রো মেক্সিকো দেল ফিউচুরার তৈরি।Und deshalb frage ich mich “Wer steckt dahinter?” Die schnellste Antwort ist Nuestro México del Futuro.
13তাদের কাজকে এক সামাজিক আন্দোলন হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যা কিনা জাতীয় পর্যায়ের মানসম্পন্ন কাজ নয়। মেক্সিকোর সকল নাগরিক যে ভাবে বাঁচতে চায়, সে ভাবে মত প্রকাশের জন্য এই আন্দোলন আহ্বান জানায়।Sie definieren sich als “eine soziale Bewegung ohne Vorgänger in nationalem Umfang, die alle Mexikaner aufruft, ihre Vorstellung über das Mexiko, in dem sie leben möchten, zu äußern.”
14আমার মতে সামাজিক আন্দোলন হিসেবে এটা যোগ্য নয়, সমাজবিজ্ঞানের গবেষণার জন্য এটা ক্ষতিকর, কোন কিছু আমাকে মুগ্ধ করেনি।Ich weigere mich sie als eine “soziale Bewegung” zu qualifizieren. Das ist das Schlechte am Soziologiestudium: nichts stellt uns zufrieden.
15এস্টুপেদিসস সিন সেন্টিডো [স্প্যানিশ ভাষায়] ব্লগের ভিটোচা নামের আরেকজন ব্লগার, বর্তমান পদ্ধতির সমালোচনা এবং এর ফলে যে ক্ষোভের সৃষ্টি হয়, সে বিষয়ে ভিন্নমত পোষণ করে তার মতামত ব্যক্ত করেছে, এবং তার মতে এই ধরণের সমালোচনা এক ধরনের “রীতি” মাত্র:Auf dem Blog Estupideces sin sentido [es] drückte Vitochas seine Meinung aus. Er ist nicht einverstanden mit der Kritik am heutigen System und mit der von ihr erzeugten Empörung, die nur eine “Modeerscheinung” sei:
16এটা সম্ভবত সেই সংখ্যাগরিষ্ঠের মতামতের বিপরীত এক মতামত, যে সংখ্যাগরিষ্ঠ মতামত বাক স্বাধীনতার বিষয়টির প্রশংসা করে, প্রচার মাধ্যম দ্বারা চেতনা আক্রান্ত করার কারণে, কিন্তু এই বিষয়টি আমাকে অন্ধ ক্রোধে আক্রান্ত করে না।Im Gegensatz zur wahrscheinlichen Mehrheitsmeinung, welche dieser Ausübung der Meinungsfreiheit der traumatisierenden Effekte der Medien applaudiert, verursacht es mir keinen gerechtfertigten Ärger.
17এবং যা বিশ্বাস করি না সেই বিষয় নিয়ে যুক্তি (ডেভিলস এ্যাডভোকেট) প্রদান করার মত বিষয় নিয়ে খেলা আমার প্রাকৃতিক প্রবণতা নয়, অথবা মোটা ঐতিহাসিক কোন রমণীর মত ক্ষুব্ধ নই, যা কিনা রাজনৈতিক শ্রেণীর অথবা অজৈব বুদ্ধিজীবীর কাছ থেকে আসে। বর্তমান কেন্দ্রীয় নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের জন্য শিশু অভিনেতাদের নিয়োগের মাধ্যমে, আইন ভঙ্গ করা হয়েছে, কিন্তু যে বার্তা এতে প্রদান করা হয়েছে, তা সুশীল সমাজের মধ্যে প্রচলিত একটি রীতি।Weder wegen meiner natürlichen Tendenz Advocatus Diaboli zu spielen, noch aufgrund der Empörung nach Art einer dicken, hysterischen Frau, die aus einer politischen Klasse und in der inorganischen Intellektualität entsteht, oder durch die Anstellung von Kinderdarstellern, um sich in den heutigen Wahlprozess einzumischen, wobei sie die Rechtsbestimmungen übertreten, sondern wegen der Essenz der Nachricht, die zu einer unter der bürgerlichen Gesellschaft beliebten Tendenz gehört.
18৯০-এর দশকে মেক্সিকোর রাজনৈতিক পটভূমিতে এ রকম একটি ধারা শুরু হয়, যে মুহুর্তটি ছিল যৌক্তিক এবং তার উদ্দেশ্য কার্যকর হয়েছিল।Am Anfang der neunziger Jahre begann in der mexikanischen politischen Szene eine Mode Gestalt anzunehmen, die in dem Moment vernünftig war und in Bezug auf ihre Ziele effektiv.
19সে সময় এই রকম একটা ধারায় ব্যবসায়ী, বুদ্ধিজীবী, প্রাক্তন সৈনিক, উদারনৈতিক যাজক এবং মানবাধিকার কর্মীর মত সমালোচকদের জন্ম হয়।Es war eine Modeerscheinung die Gruppen von Kritikern schuf, bestehend aus Unternehmern, Intellektuellen, Ex-Freiheitskämpfern, liberalen Pfarrern, Umweltaktivisten und Menschenrechtlern.
20লেখক তার চিন্তাকে যৌক্তিক করার চেষ্টা করেছে:Der Autor rechtfertigt seine Ideen folgendermaßen:
21একজন নাগরিক হিসেবে আমি এক প্রজ্বলিত সুচি অনুসারে সম্পূর্ণভাবে পরিচালিত নই, অথবা সোনালী সময় বা আদি কোন নাগরিক প্রতিষ্ঠানের একজন হিসেবে, যে নিজেকে দুষিত করতে অনিচ্ছুক।Staatsbürger sein, heißt weder mit dem Zeigerfinger auf die Schurken zu zeigen, noch in das makellose einer Organisation der Bürgergesellschaft, die sich nicht durch Einmischung in politische Aktivitäten verschmutzen will, behalten.
22এটি একটি মানিবাদ নামক চিন্তাকে ধরতে চায়, অথবা সঠিকভাবে ভালো বনাম মন্দ নাগরিকের মাঝে চিহ্নিত ধারণাকে কমিয়ে আনতে চায়, অথবা “আমরা সেখানে এটা রেখেছিলাম” এর মত এক বাজে শব্দকে ব্যবহার করতে চায় বিগত সময়ে নাগরিক এবং বিভিন্ন ব্যক্তিত্ব এই কথাটি বলেছে, যা কম বেশী গ্রহণযোগ্যতা অর্জন করেছে।Es heißt auch nicht eine manichäistische und ziemlich rudimentäre Wahrnehmung à la “gute Bürger versus schlechte Politiker” oder ordinäre Sprüche wie “Wir haben die Schnauze voll!” zu verbreiten.
23বিভিন্ন শতকে যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, হবস, রুশো, মন্টেস্কু এবং খুব সম্প্রতি হান্নাহ আরন্ডাট-এর মত ব্যক্তিত্বরা, যিনি জনতার এক সক্রিয় অংশ হবেন, যিনি সুশীলদের সর্বোচ্চো এক উৎস হবেন, অথবা একজন নাগরিক, যিনি একজন সিভিটাসের (সুশূীল সামাজিক সংগঠন) মধ্যে বাস করবেন, সামাজিক সংগঠন-এর মাঝে, যা কিনা আইনের মাধ্যমে নাগরিকদের একত্রিত করে, যার উৎপত্তি পলিওস অথবা শহরে, যা কিনা পলিটেস অথবা পলিটিক্স, কিংবা নাগরিকদের দ্বারা গঠিত।Staatsbürger sein, heißt, und dies sagen einige Prominente, die über die Jahre und Jahrhunderte hinaus eine gewisse Glaubwürdigkeit erworben haben, so wie Hobbes, Rousseau, Montesquieu und neuerdings auch Hannah Arendt, aktiver Teil der Öffentlichkeit zu sein. Diese Öffentlichkeit ist die Quelle der Kondition des Cive, der in der Civitas lebt, die ihren Ursprung in der Polis hat, die wiederrum besteht aus Pólites oder Politkós (Staatsbürgern).”
24রাজনৈতিক অঙ্গনে অন্তত বেশ কয়েকজনকে বিরক্তি করার উদ্দেশ্য নির্মিত এই ভাইরাল ভিডিও মনে হচ্ছে তার উদ্দেশ্য সাধন করেছে, যেমন মার্কো এন্টোনিও গোমেজ লোভেরা [স্প্যানিশ ভাষায়] সংবাদ প্রদান করেছে যে:Die Verbreitung des Videos scheint ihre Zielsetzung, wenigstens einige Akteure der politischen Szene zu “belästigen”, erfüllt zu haben. So meldet auch Marco Antonio Gómez Lovera [es]:
25আজ সংসদীয় বিশাল এক প্রতিনিধি এই ভিডিওর ব্যাপারে তাদের শ্রদ্ধাপূর্ণ মতামত প্রদান করেছে যা কিনা দেশটির বর্তমান পরিস্থিতি শিশুদের অভিনয়ের মাধ্যমে তুলে ধরছে, এবং রাষ্ট্রপতি পদপ্রার্থীদের তিরস্কার করেছে।Heute haben einige Parlamentarier ihre Meinung kundgetan bezüglich des Videos, das Kinder zeigt, die den heutigen Zustand des Landes darstellen und die Absichten der Präsidentschaftskanditaten zurechtweist.
26ইনষ্টিটিউশনাল রেভেল্যুশনারী দলের প্রতিনিধি মিগুয়েল এঞ্জেল গার্সিয়া গ্রানাডোস স্বরাষ্ট্র সচিবের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন এটি প্রচার না করতে দেওয়া হয় এবং মত প্রকাশের স্বাধীনতার নামে তৈরী করা এই ভিডিওর দ্বারা যেন বিভ্রান্ত না হয়।Miguel Ángel García Granados, ein Abgeordneter der Partei Partido Revolucionario Insitucional, hat das Regierungssekretariat gebeten, den Clip zurückzuziehen und sich nicht hinter dem Vorwand der Meinungsfreiheit zu verbergen.
27যেহেতু এই ভিডিওর ব্যাপারে আইন প্রণেতারা তাঁদের অস্বস্তি প্রকাশ করেছে, এই প্রেক্ষাপটে বিশেষ করে সাংবাদিক কার্লোস মারিন গার্সিয়া [স্প্যানিশ ভাষায়] প্রশ্ন করেছে, কেন তখন কোন সমালোচনা করা হয়না, যখন রাজনীতিবীদেরা তাদের নির্বাচনী প্রচারণায় শিশুদের নিয়োগ প্রদান করেন:Bezüglich des Ärgers der Gesetzgeber, insbesondere von García Granados, fragte sich der Journalist Carlos Marín [es], weshalb es keine Kritik gibt, wenn Politiker während ihrer Kampagnen Kinder verwenden:
28লজ্জাজনক এবং ঘৃণার বিষয় হচ্ছে যে, যখন রাজনীতিবিদেরা তাদের নির্বাচনী প্রচারণার জন্য ছোট ছোট বালিকা বা বালকদের নিয়োগ প্রদান করে এবং তারা সাধারণ ভাবে একে তাদেরকে “ব্যবহার” হিসেবে দেখে না। তারা আসলে বদমাইশ।Unkeusch und schamlos, wenn es sich um Politiker handelt, die während der Kampagne Mädchen und Jungen abküssen, sehen sie dies nicht als “Gebrauch” an: sie stellen sich einfach dumm.
29টুইটারে, গ্র্যাব্রিয়েল গুয়েরা (@ গ্র্যাব্রিয়েলগুয়েরা) স্প্যানিশ ভাষায়, এই ভিডিও নিয়ে কেবল আইনপ্রণেতা নয়, তার সাথে সাধারণ মানুষের মাঝেও প্রশ্ন ওঠাকে বিচিত্র মনে করছে:Bei Twitter verspottete Gabriel Guerra (@gabrielguerrac) den Ärger, der das Video erzeugte, nicht nur unter den Gesetzgebern, sondern auch in der allgemeinen Öffentlichkeit:
30তবে এমন অনেক রয়েছে যারা ভিডিওর চেয়ে বাস্তবে যা প্রতিফলিত হয়, তাই নিয়ে চিন্তিত… সত্যিকার অর্থে এটা এমন এক পৃথিবী, যা নিজেকে উল্টে ফেলছে। …Es gibt Leute, die sich mehr über ein Video aufregen, als über die Realität, die es wiederspiegelt….
31এ্যালেসিয়া কোরচেয়ুয়েরা ( @টপ_রোপিং_এলে) [স্প্যানিশ ভাষায়] সব জায়গায় এই ভিডিওর ছড়িয়ে পড়া নিয়ে তার খুশী ব্যক্ত করেছেন:Das ist wirklich eine verkehrte Welt… Alessia Corcuera (@top_roping_ale) drückte ihre Freude über die Verbreitung des Videos aus:
32আপনারা কি ইতোমধ্যে #নিনোসইনকমডোস নামক [অস্বস্তিদায়ক শিশু] নামক ভিডিওটি দেখেছেন]?Habt ihr schon den Clip der #NiñosIncómodos [unbequemen Kinder] gesehen?
33ওহ দারুণ।Uf, ist der gut!
34আমি এই ভিডিওটা পছন্দ করেছি এবং আমি এর সাথে একমত, “যদি এ রকম কোন ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করে, তাহলে আমি সেই ভবিষ্যত চাই না”।Mir gefiel er und ich stimme zu: “Wenn die die Zukunft ist, die mir bevorsteht, möchte ich sie nicht.”
35তার অংশের জন্য, ডিয়োস_পাদরে [স্প্যানিশ ভাষায়] নামক একাউন্টের এ্যাডমিনিসট্রেটর দেখাচ্ছেন যে:Der Besitzer des Kontos @Dios_Padre deutete seinerseits an:
36Es más que obvio que detrás de los “niños incomodos” están unos adultos muy “acomodados”. এই বিষয়টি একেবারে নিশ্চিত যে “অস্বস্তিকর শিশু” নামক ভিডিওর পেছনে অত্যন্ত “স্বস্তিদায়ক” একদল প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছে।Es ist mehr als offensichtlich, dass hinter den “unbequemen Kindern” einige sehr “bequeme” Erwachsene stehen.
37@জেসিসুদিয়াস-এর [স্প্যানিশ ভাষার] মত কয়েকজন ব্যবহারকারী এই ভিডিও নিয়ে প্রশ্ন করেছে্ন।Andere Benutzer wie @JCsudias stellten das Video auch in Frage.
38তাদের মতে এই ভিডিওর উদ্দেশ্য “ভিন্ন”, এমনকি যদিও তারা ঠিক বলেনি এর উদ্দেশ্য কি হতে পারে:Er führt an, dass die Zielsetzung eine “andere” ist, obwohl er nicht erwähnt, welche genau:
39##নিনোসইনকমোডস : সংখ্যাগরিষ্ঠ নাগরিকরা এতটা বোকা নয় যে তারা এই রকম একটা ভিডিওর দ্বারা প্রতারিত হবে।#niñosincómodos Die Mehrheit der Mexikaner ist nicht mehr so dumm, dass sie auf solche Erpressungen hereinfallen.
40এর পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে।Der Hintergrund ihrer Forderung ist ein anderer.
41ভাইরাল ভিডিও, সব সময় নানা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করে, এবং নিশ্চিত ভাবে মেক্সিকোর রাষ্ট্রপতি নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ব্লগস্ফেয়ার এবং সামাজিক নেটওয়ার্ক সাইটে উত্তেজনাকর এ রকম আরো ভিডিও দেখা যাবে।Ein virales Video erzeugt immer verschiedene Reaktionen und es wird in der Entwicklung dieses Wahlkampfes in Mexiko weitere Videos geben, die Erregung und Aufruhr in der Blogosphäre und in sozialen Medien erzeugen.
42আমরা তা নজর রাখব।Wir behalten die Situation im Auge.