# | ben | deu |
---|
1 | তাজিকিস্তান: আদিম প্রকৃতি আর ইতিহাসের অনুরণন | Tadschikistan: Die unberührte Natur und das Echo der Geschichte |
2 | আর্খট, বাদাখশান। | Irkht, Badachschan. |
3 | ছবি তুলেছেন বখরুদ্দিন আইসামুটদিনভ। | Foto von Bakhriddin Isamutdinov |
4 | পোস্টে ব্যবহৃত বেশিরভাগ ছবিই লেখকের, বাকিগুলো ফটোগ্রাফারদের অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | |
5 | মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের ৯৩% শতাংশ অঞ্চলই পর্বতময়। সাথে আছে পাহাড়ি উচ্চতায় আলপাইন হ্রদ। | Alle Fotos stammen vom Autor oder wurden mit Genehmigung verwendet. |
6 | আর এজন্যই দেশটি প্রকৃতিপ্রেমিকদের জন্য ভ্রমণস্বর্গ হয়ে উঠেছে। যদিও ভ্রমণ যাত্রায় এবড়োখেবড়ো রাস্তা আর আমলাতান্ত্রিক জটিলতা বাধা হয়ে দাঁড়ায়। | Tadschikistan, zu 93% gebirgig und übersät mit himmlischen alpinen Seen, ist wahrhaftig ein Paradies für Naturliebhaber, vorausgesetzt sie können mit den heruntergekommenen Straßen und der belastenden Bürokratie leben. |
7 | কেন না, আপনি যদি দেশটির রাজধানী দুশানবে আসার জন্য মাল্টি-কানেকশন বিমানের টিকিট কেটে থাকেন কিংবা ভ্রমণ ভিসার আবেদন করেন অথবা রাষ্ট্রীয় কোষাগারে ৬০ ডলার জমা দেন, তাহলে আপনি কোথায় যাবেন সেটা খুঁজে বের করতে একটু সময় লাগবে। | |
8 | তবে মানচিত্রে তাজিকিস্তানকে খুঁজে পেয়ে যারা ভ্রমণ করতে আসেন, তাদের বেশিরভাগই আসেন পাহাড়ে চড়তে। | Denn nachdem man sich für einen Flug in die Hauptstadt Duschanbe mit mehreren Zwischenlandungen verausgabt und etwa 60 Dollar für ein Touristenvisum ausgegeben hat, erwarten einen Schätze abseits des Touristenrummels. |
9 | আর এসে পর্বতাহোরণের যন্ত্রপাতি ও দক্ষ লোকের অভাব দেখতে পান। | Viele von denjenigen, die Tadschikistan auf einer Karte suchen und finden, kommen zum Bergsteigen. |
10 | তাছাড়া তারা কোথাও যেতে যতোটা সময় লাগবে বলে মনে করেছিলেন, তার চেয়ে বেশি সময় লেগে যায়। | Aber jene, welchen die Fähigkeiten und das Equipment zum Bergsteigen fehlt, können Road Trips weit höher hinauf bringen als erwartet. |
11 | ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলার তাদের মে ২০১৫ সংখ্যায় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর দেখার মতো ১০টি জায়গার তালিকা প্রকাশ করেছে। সেখানে পামির হাইওয়ে তিন নম্বরে আছে। | Die Pamir Schnellstraße war in der Mai 2015 Ausgabe des National Geographic Traveler auf Platz drei der Liste der zehn wichtigsten Orte der ehemaligen UdSSR, die man besucht haben sollte. |
12 | অনেকেই এই হাইওয়েকে বিশ্বের অন্যতম রোমাঞ্চকর রাস্তা বলে মনে করেন। | Sie ist für viele der spannendste, kribbelndste Road Trip der Welt. |
13 | জিপ গাড়িতে ধকল খেতে খেতে আপনি যখন দুশানবে থেকে পুর্বের মুরঘাবের দিকে যাবেন, তখন আমু-দরিয়া নদীর পাশে আফগানিস্তানের গ্রামগুলো দেখতে পাবেন। | Während der Jeep die Straße zwischen Duschanbe und Murghab im Osten entlangfährt, können die Reisenden abseits der Schnellstraße die afghanischen Dörfer auf der anderen Seite des Amudarja Flusses sehen. |
14 | এঁকেবেঁকে বয়ে চলা এই নদী সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে দেশটিকে বিভক্ত করেছে। | Getrennt von der ehemaligen Sovietunion durch das sich schlängelnde Gewässer, scheinen sie Teil einer anderen Welt zu sein. |
15 | এই পথে যেতে যেতে নদীর অন্য পাড়ের দিকে তাকিয়ে মনে হবে, অন্য একটি বিশ্ব আপনাকে ডাকছে যেন! | Entlang der Straße kann man auch den Pik Ismoil Somoni sehen, die höchste Bergspitze der ehemaligen UdSSR. |
16 | আবার এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনার চোখে পড়বে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে সবচে' উঁচু চূড়া পিক ইসমাইল সোমোনি। | |
17 | তাছাড়া পথিমধ্যে পড়বে জরস্ট্রটিয়ানদের মন্দির। চাইলে আপনি সেখানে গিয়ে প্রার্থনা করতে পারবেন। | Danach könnte dich vielleicht der Wunsch überkommen, in den Überresten eines alten zoroastrischen Tempels zu beten und dessen Felsritzungen zu bestaunen. |
18 | আবার পর্বতের গায়ে খোদাই করা লেখাও পড়তে পারবেন। তাছাড়া মুরঘাবে পৌঁছে আদিবাসী কিরঘিজদের চমরি গাইয়ের মাংস দিয়ে ভুড়িভোজন করতে পারবেন। | Nach der Ankunft in Murghab können sich Touristen an Speisen aus Yak stärken, welche hauptsächlich von den ethnischen Kyrgyz Hirten gezüchtet werden. |
19 | দুশানবে পর্যটনের মূল কেন্দ্র হলেও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খুজান্দ ভ্রমণের জন্য চমৎকার একটি জায়গা। খুজান্দ ঘুরে আপনি দেশটির উত্তর-পশ্চিম দিকে অবস্থিত ফ্যান পর্বতও দেখতে যেতে পারেন। | Duschanbe dient auch als Ausgangspunkt für eine Reise in die zweitgrößte Stadt des Landes - Chudschand - mit einer weiteren spektakulären, langen Spritztour, diesmal über das Fan Gebirge im Norden und Westen des Landes. |
20 | পর্বতারোহরণ। | Bergsteigen. |
21 | ছবি তুলেছেন বখরুদ্দিন আইসামুটদিনভ। | Foto von Bakhriddin Isamutdinov |
22 | নদীর ওপারে আফগানিস্তানের গ্রাম। | Afghanische Dörfer auf der anderen Seite des Flusses. |
23 | ছবি তুলেছেন আবদুলফাত্তাহ শাফিয়েভ। | Foto von Abdulfattoh Shafiev |
24 | বাদাখশানের পথে। | Die Straße nach Badachschan. |
25 | ছবি তুলেছেন আবদুলফাত্তাহ শাফিয়েভ। | Foto von Abdulfattoh Shafiev |
26 | যারাফশান উপত্যকা। | Das Tal von Serafschan. |
27 | ছবি তুলেছেন আবদুলফাত্তাহ শাফিয়েভ। | Foto von Abdulfattoh Shafiev |
28 | ভারযবের জিদ্দেহ গ্রাম। | Die Stadt Ziddeh in Warsob. |
29 | ছবি তুলেছেন বাহরম জালিলভ। | Foto von Bahrom Jalilov |
30 | যারাফশান উপত্যকার পথ ধরে এগোলেই আপনি দেখা পাবেন মধ্য এশিয়ার সবচে' সুন্দর হ্রদগুলোর কয়েকটি। | Das Tal von Serafschan beheimatet einige der schönsten Seen Zentralasiens. |
31 | এদের একটি হলো ইসকান্দারকুল। | |
32 | এই হ্রদের সাথে মহাবীর আলেকজান্দ্রারের ইতিহাস জড়িয়ে আছে। এটি সমুদ্র সীমা থেকে ২,১৯৫ মিটার উঁচুতে অবস্থিত। | Iskanderkul, durch Name und Legende mit Alexander dem Großen verbunden, befindet sich in einer Höhe von 2,195 Metern über dem Meeresspiegel. |
33 | হ্রদের ডানকোনে তাকালে আপনি দেখতে পাবেন, হ্রদটি কীভাবে চারপাশের প্রকৃতির আয়না হিসেবে কাজ করে। | Vom richtigen Blickwinkel aus gesehen kann man erkennen, wie der See die ihn umgebende Landschaft widerspiegelt. |
34 | বিশেষ করে ফেয়ারিতালিশের চূড়ার প্রতিচ্ছবি হ্রদের জলে পরিষ্কার দেখা যায়। | Märchenhaft und mit einer überraschenden Klarheit werden die Bergspitzen des Fan Gebirges reflektiert. |
35 | তাছাড়া আপনি এখানেই দেখতে পাবেন শিং প্রিন্সেস হিসেবে খ্যাত সেভেন লেকস অব শিং-কেও। | Etwas weiter befinden sich die, ebenfalls jenseitig anmutenden, sieben Seen von Shing, manchmal auch die Shing Prinzessinnen genannt. |
36 | খারিকুল, জিরগাটাল। | Kharikul, Jirgatal. |
37 | ছবি তুলেছেন বখরুদ্দিন আইসামুটদিনভ। | Foto von Bahriddin Isamutdinov |
38 | যারাফশান উপত্যকার হাফটকুল হ্রদ। | Der See Haftkul im Tal von Serafschan. |
39 | ছবি তুলেছেন নজিম কুয়ালানদারভ। | Fotograf: Nozim Qalandarov |
40 | যারাফশান উপত্যকার ইসকান্দার হ্রদ। | Der See Iskanderkul im Tal von Serafschan. |
41 | ছবি তুলেছেন নজিম কুয়ালানদারভ। | Fotograf: Nozim Qalandarov |
42 | তাজিকিস্তানের মানুষজন বিশ্বাস করে, উপকথার শহর বোখারা এবং সমরখন্দ সাংস্কৃতিকভাবে তাদের অংশ। | Die Tadschiken glauben, dass die sagenhaften Städte von Buchara und Samarkand kulturell zu ihnen gehören. |
43 | কিন্তু বলশেভিকরা যখন মধ্য এশিয়ায় জাতিভিত্তিক পুনর্গঠন করে, তখন সিল্ক রোডের এই মনোরম স্থানগুলো উজবেকিস্তানকে দিয়ে দেয়া হয়। | Diese Oasen der Seidenstraße wurden jedoch an Usbekistan geschenkt, als die Bolschewiken begannen, die zentralasiatische Landschaft in künstliche sowjetische Republiken zu zerteilen, mit wenig Rücksicht auf nationale Identitäten und die lokale Bevölkerung. |
44 | তবে এশিয়ার ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দু'টি স্থান ছাড়াও তাজিকিস্তানের আরো কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে। এদের একটি হলো হিসর দুর্গ। | Aber selbst ohne diese antiken Perlen Asiens, wie die beiden Städte manchmal auch bezeichnet werden, besitzt Tadschikistan nennenswerte historische Stätten. |
45 | এটি দুশানবে থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত। খুব প্রাচীন স্থাপনা এটি। | Die Festung von Hissor ist nur 20 Kilometer von der Hauptstadt entfernt und befindet sich entlang einer erst kürzlich fertiggestellten Schnellstraße. |
46 | চলতি বছরেই এই দুর্গ প্রতিষ্ঠার ৩ হাজার বছর পূর্তি উদযাপন করা হয়েছে। হিসর দুর্গ। | Hissor ist die einzige antike Siedlung, welche an den 3000 Jahre alten Shuman-Staat erinnert. |
47 | ছবি তুলেছেন নজিম কুয়ালানদারভ। | Die Festung von Hissor. |
48 | সংস্কারকৃত হালবুক প্রাসাদ, খাটলন। | Fotograf: Nozim Qalandarov |
49 | ছবি তুলেছেন আবদুলফাত্তাহ শাফিয়েভ। | Rekonstruktion des Palastes von Hulbuk, in Chatlon. |
50 | খুজান্দ সিটি জাদুঘর। | Foto von Abdulfattoh Shafiev |
51 | ছবি তুলেছেন আবদুলফাত্তাহ শাফিয়েভ। | Das Stadtmuseum von Chudschand. |
52 | পূর্বের ইতিহাসকে খুঁজে ফিরতে আপনি খুজান্দের শেখ মুসলিহিদ্দিন মসজিদ দেখতে যেতে পারেন। | |
53 | দেখতে যেতে পারেন ইস্তারাভশান শহর। | Foto von Abdulfattoh Shafiev |
54 | এই শহরটি বিশ্ববিখ্যাত বীর আলেক্সান্দার দ্য গ্রেট প্রতিষ্ঠা করেছিলেন। আগে শহরটি তার নামে আলেক্সান্দিয়া হিসেবে পরিচিত ছিল। | Geschichtlich Interessierte können im Norden auch die Sheikh Muslihiddin Moschee in Chudschand und auch die Stadt Istarawschan, welche von Alexander dem Großen gegründet wurde und vormals Alexandria hieß, besuchen. |
55 | দক্ষিণে গিয়ে দেখতে পারেন আজিনা-টেপে বৌদ্ধ মঠ। ১৯৬৬ সালে মাটি খননের ফলে এই মঠ আবিস্কৃত হয়। | Im Süden befindet sich das buddhistische Adschina-Teppa Kloster, wo 1966 eine Ausgrabung die größte Buddha Statue des gesamten zentralasiatischen Raumes hervorbrachte. |
56 | আর তখনই পাওয়া যায় মধ্য এশিয়ার সবচে' বৃহত্তম বুদ্ধ মুর্তি। সেটার কোমর পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। | Von der Taille aufwärts großteils restauriert, befindet sie sich heute im archäologischen Nationalmuseum Tadschikistans in Duschanbe. |
57 | এটি এখন দুশানবের তাজিকিস্তানের পুরাতাত্ত্বিক জাতীয় জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা আছে। | |
58 | ওয়াখান করিডোরের ইয়ামচুন দুর্গ। | Die Festung von Yamchun, Wachankorridor. |
59 | ছবি তুলেছেন বখরুদ্দিন আইসামুটদিনভ। | Foto von Bahriddin Isamutdinov |
60 | মুরঘাব। | Murghob. |
61 | ছবি তুলেছেন আবদুলফাত্তাহ শাফিয়েভ। | Foto von Abdulfattoh Shafiev |
62 | মুরঘাব। | Murghob. |
63 | ছবি তুলেছেন বখরুদ্দিন আইসামুটদিনভ। | Foto von Bahriddin Isamutdinov |
64 | দুশানবেতে বুদ্ধের আধা-পুনরুদ্ধারকৃত মুর্তি ছাড়াও আরো অনেক কিছু্ই আছে। এদের মধ্যে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পতাকাদণ্ড রয়েছে। | Abgesehen vom teil-restaurierten Buddha besitzt die Stadt Duschanbe weitere massive Artefakte, unter anderem den zweitgrößten Fahnenmast und das größte Teehaus der Welt. |
65 | রয়েছে বিশ্বের বৃহত্তম চায়ের দোকান। তবে আপনি যদি আগামী দুই-এক বছরের মধ্যে আবার তাজিকিস্তানে আসেন, তাহলে আপনি মধ্য এশিয়ার সবচে' বড়ো মসজিদও দেখতে পাবেন। | Außerdem, solltest du das Land in ein paar Jahren nochmal besuchen, wirst du die größte Moschee Zentralasiens zusammen mit dem größten Theater der Region vorfinden. |
66 | ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের ট্রাভেল অ্যান্ড টুরিজম রাঙ্কিং-এ ১৪১টি দেশের মধ্যে তাজিকিস্তানের অবস্থান ১০৯তম। তাই দেরি না করে আজই তাজিকিস্তান ভ্রমণে আসুন। | Also lass dich von der Platzierung des Landes an 109ter Stelle unter 141 Ländern im Travel & Tourism Competitiveness Rating (Einstufung der Wettbewerbsfähigkeit als Reise- und Tourismusziel) des World Economic Forums nicht abschrecken. |
67 | দুশানবে শহরের রাতের দৃশ্য। | Reise nach Tadschikistan! |
68 | ছবি তুলেছেন বাহরম জালিলভ। | Duschanbe bei Nacht. |
69 | দুশানবে শহরের নওরোজ প্যালেস। | Foto von Bahrom Jalilov |
70 | ছবি তুলেছেন বাহরম জালিলভ। | Der Nawrooz-Palast in Duschanbe. |
71 | বিশ্বের দ্বিতীয় উচ্চতম পতাকাদণ্ড। | Foto von Bahrom Jalilov |
72 | ছবি তুলেছেন নজিম কুয়ালানদারভ। | Der zweitgrößte Fahnenmast der Welt in Duschanbe. |
73 | বৈচিত্র্যময় হ্যান্ডিক্রাফটের জন্য তাজিকিস্তানের খ্যাতি রয়েছে। | Fotograf: Nozim Qalandarov Tadschikistan ist auch bekannt für seine bunte Handwerkskunst. |
74 | ছবি তুলেছেন বখরুদ্দিন আইসামুটদিনভ। | Foto von Bahriddin Isamutdinov |