# | ben | deu |
---|
1 | ভ্যালেন্টাইনস দিবস: আপনার ভালবাসার ব্যাক্তিটিকে ব্লগিং (অথবা মাইক্রোব্লগিং) শেখান | Valentinstag: Bringt euren Lieben das Bloggen (oder Mikro-Bloggen!) bei |
2 | ভ্যালেন্টাইনস দিবস (১৪ই ফেব্রুয়ারী) ভালবাসা, বন্ধুত্ব ও যোগাযোগের দিবস। | Valentinstag (14. Februar) ist der Tag der Liebe, Freundschaft und Kommunikation. |
3 | এই দিবস পালনের একটি ভাল উপায় হতে পারে আপনার ভালবাসার ব্যাক্তিটিকে ব্লগিং (অথবা মাইক্রোব্লগিং) শেখানো। | Was wäre also besser geeignet, dies zum Anlass zu nehmen, euren Lieben das Bloggen oder Mikro-Bloggen beizubringen? |
4 | আপনি যদি গ্লোবাল ভয়েসেসের একজন পাঠক বা লেখক হয়ে থাকেন তাহলে আপনারা জানেন যে ব্লগিং আনন্দ, সুখ এবং নতুন এনে দিতে পারে লাখো কোটি মানুষকে। | Solltet ihr Leser von Global Voices sein oder sogar selbst mitmachen, wisst ihr, dass Bloggen Spaß macht und Millionen von Menschen dabei neue Freunde finden. |
5 | আমাদের ব্লগারদের কমিউনিটির অনেকে ইতিমধ্যেই পণ করেছে যে তারা তাদের বন্ধু এবং কাছের মানুষদেরকে ব্লগিং শেখাবে এবং ভ্যালেন্টাইনস দিবসে তাদের নিজস্ব ব্লগে এ নিয়ে লিখবে। | Blogger unserer Community haben bereits zugesagt, ihren Freunde und Angehörigen das Bloggen beizubringen, und werden am Valentinstag in ihren eigenen Blogs darüber schreiben. |
6 | আপনারাও যোগ দিতে পারেন। | Auch ihr könnt mitmachen… |
7 | আপনারাও এই ইন্টারনেট মীমে যোগদান করুন। | Wir laden alle ein, an diesem Mem teilzunehmen! |
8 | যোগাযোগই ভালবাসা: | Denkt einen Moment lang an die Menschen in eurem Leben. |
9 | এখানে চারটি পদক্ষেপের কথা বলা আছে যার মাধ্যমে ভ্যালেন্টাইনস দিবসে আমাদের সাথে যোগদান করতে পারবেন: | Teilt euer Talent mit eurer Familie, euren Freunden, Lesern und Herzallerliebsten - und erzählt uns, wie es gelaufen ist! |
10 | প্রথমত: আপনি ব্লগের মাধ্যমে কখনই একলা নয়। | Liebe ist Kommunikation |
11 | আপনার পাঠকদের জানান যে আপনি তাদের ভালবাসেন এবং তারাও আপনাকে কেন ভালবাসবে। | Mit nur vier einfachen Schritten könnt ihr am Valentinstag bei uns mitmachen. |
12 | দ্বিতীয়ত: আপনার ভালবাসার ব্যাক্তিটিকে ব্লগিং (অথবা মাইক্রোব্লগিং) শেখান। | Schritt 2: Bringt jemandem, den ihr liebt, das Bloggen (oder Mikro-Bloggen!) bei. |
13 | তৃতীয়ত: তাদের প্রথম ব্লগ পোস্টটিতে লিন্ক করুন। | Schritt 3: Verlinkt den ersten Blogpost dieser Person und macht eure Leser darauf aufmerksam. |
14 | আপনাদের পাঠককে অনুরোধ করুন এই সব নতুন ব্লগ পড়ে দেখতে। | Verwendet diesen Tag: #SMK [Social Media Kisses]. |
15 | এই ট্যাগ ব্যবহার করতে পারেন #SMK [social media kisses] চতুর্থত: আপনার ব্লগবন্ধুদেরও এই মীমে অংশগ্রহণ করতে বলুন। | Schritt 4: Tagt eure Bloggerfreunde, sodass auch sie an diesem Mem teilnehmen können. |
16 | আপনার পোস্টটিকে সাজানোর জন্যে এখানে কিছু চিত্র রয়েছে: ছোট | মাঝারি | বড় | Hier ein paar Bilder, mit denen ihr euren Post verschönern könnt: Klein | Mittel | Groß |
17 | আপনার ভালবাসা প্রকাশ করুন: | Zeigt eure Liebe |
18 | আমরা আপনাদেরকে ভালবাসা প্রকাশে আন্তরিক। | Wir lieben euch wirklich. |
19 | গ্লোবাল ভয়েসেসে আমরা বিশ্বের চারকোন থেকে বিভিন্ন ব্লগারদের কন্ঠকে তুলে ধরি। | Bei Global Voices verstärken wir die Worte von Bloggern aus allen Teilen der Erde. |
20 | আপনি শুধু এই সাইটের পাতাগুলোতে চোখ বোলান, দেখবেন সাধারণ মানুষ কিভাবে বিশ্বের বিভিন্ন (গুরুত্বপূর্ণ বা স্বল্প পরিচিত) ঘটনা সম্পর্কে তাদের মতামত প্রকাশ করছে তাদের ব্লগে লেখার মাধ্যমে অথবা অন্য ভাষার মতামতগুলোকে অনুবাদ করে প্রকাশ করছে। | Klickt euch einfach durch die Seiten dieser Website und entdeckt, dass ganz normale Menschen etwas bewirken können und den Geschehnissen auf der Welt eine neue Perspektive geben können, einfach dadurch, dass sie schreiben, was sie denken - oder die Gedanken anderer übersetzen. |
21 | উন্নয়নশীল দেশগুলোতে আমরা বেশ কিছু নতুন ব্লগিং ওয়ার্কশপে অর্থ সাহায্য দিয়েছি আমাদের রাইজিং ভয়েসেস প্রকল্পের মাধ্যমে। | Mit Rising Voices haben wir viele neue Blog-Workshops und -Projekte durch finanzielle Hilfe möglich gemacht. |
22 | আমরা অচিরেই আরও কিছু প্রকল্পের নাম ঘোষণা করব বিশেষ করে যারা এইচআইভি/এইডস নিয়ে ব্লগিং করে। | Dazu gibt es bald Neues von uns, zusammen mit einer Initiative, mehr über HIV/AIDS zu bloggen. |
23 | গ্লোবাল ভয়েসেস অ্যাডভোকেসী প্রকল্পে আমরা সেই সমস্ত ব্লগারদের নিয়ে কাজ করি যারা সেন্সরশীপ এড়াতে কাজ করে। এছাড়াও তারা অন্যান্য অঞ্চলের অনলাইন অ্যাক্টিভিস্টদের সাথে মিলে বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় কাজ করে। | Auf Global Voices Advocacy begleiten und arbeiten wir mit Bloggern, die sich der Zensur widersetzen, und kämpfen, zusammen mit anderen Online-Aktivisten und über Grenzen hinweg, für Meinungsfreiheit. |
24 | আমরা সবাই একসাথে কাজ করতে পারি প্রযুক্তিগত বাধাগুলো দুর করে আরও অনেক মানুষকে অনলাইন মিডিয়ার (ব্লগিং) এই বিপ্লবে সামিল করতে। | Wir alle können anderen dabei helfen, Hindernisse (technisch oder anderweitig) zu überwinden, die sie davon abhalten, an dieser täglich stattfindenden Online-Revolution der Medien teilzuhaben. |
25 | আপনারা আপনাদের সমাজ বা কাছের লোকদের মাঝে ডিজিটাইল ডিভাইড কমাতে সচেষ্ট হতে পারে। | Helft, digitale Lücken in eurem Freundeskreis oder eurer Gemeinschaft zu schließen. |
26 | ব্লগিং এবং মাইক্রো-ব্লগিং এর উপর গাইড: | Anleitung zum Bloggen oder Mikro-Bloggen |
27 | আপনাদের যদি কাউকে ব্লগিং সম্পর্কে জানাতে সাহায্যের দরকার হয় তাহলে রাইজিং ভয়েসেস প্রকাশিত ‘সিটিজেন মিডিয়ার পরিচিতি গাইডটি' (ইংরেজী, বাংলা) ডাউনলোড করে পড়তে পারেন। | Solltet ihr Hilfe benötigen, zu beschreiben, was Bloggen eigentlich ist, oder warum Menschen sich dafür interessierten sollten, ladet einfach die Einführung in Bürger-Medien von Rising Voices herunter. |
28 | আপনারা সেগুলো পড়ে কিছুটা ধারণা পাবার পর আমাদের গ্লোবাল ভয়েসেস অ্যাডভোকেসী গাইড ‘ব্লগ ফর এ কজ‘ পড়তে পারেন। | Wenn ihr dann schon einmal Interesse geweckt habt, könnt ihr euch auch gleich die Anleitung von Global Voices Advocacy, “Blog For a Cause“, ansehen. |
29 | আপনারা কি এই সংক্রান্ত কোন বিষয়ে সাহায্য করতে চান? | Gibt es möglicherweise ein Problem, bei dem ihr helfen könntet? |
30 | এই ভিডিও আপনাদেরকে জানাবে: | Diese Videos von Common Craft unterstützen euch dabei, zu erklären, wie es geht. |
31 | কিভাবে ব্লগিং করতে হয়: (লিংক) | So wird gebloggt (Link) |
32 | কিভাবে টুইটার করতে হয়: (লিংক) | So wird getwittert (Link) |
33 | শুভ ভ্যালেন্টাইনস দিবস - আমরা আপনাদের ভালবাসি > ভালবাসা প্রকাশ করুন > অন্যান্যদের জানান >>>>> **** SOCIAL MEDIA KISSES #SMK #SMK #SMK | EINEN SCHÖNEN VALENTINSTAG - WIR LIEBEN EUCH > ZEIGT EURE LIEBE > GEBT SIE WEITER >>>>> **** HERZLICHE MEDIENKÜSSE #SMK #SMK #SMK |