# | ben | deu |
---|
1 | ইরান: সবুজ আন্দোলন আবারো বিরোধিতা করলো শাসকদের | Iran: Die Grünen Bewegung trotzt wieder dem Regime |
2 | ইরানের প্রতিবাদী সবুজ আন্দোলন গত ৪ঠা নভেম্বর (১৩ই আবান) এক বিশাল পথ বিক্ষোভের আয়োজন করে। | Am 4. November (13. Aban) organisierte Irans Opposition, die Grünen Bewegung, Massen Straßenproteste, wobei Sie die offiziellen am selben Tag abgehaltenen Rallys zum 30. |
3 | একই দিনে তেহরানের আমেরিকান দূতাবাসের দখলের ৩০ তম বার্ষিকী উদযাপনের জন্য আয়োজন করা সরকারী র্যালির সুযোগ নিয়ে এটি অনুষ্ঠিত হয়। | Jahrestag der Besetzung der amerikanischen Botschaft in Teheran ausnutzten. |
4 | বিরোধীদের এই বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর জোরদার দমনের মুখোমুখি হয়। | Die Proteste der Opposition wurden mit gewaltsamen Einsätzen durch die Sicherheitskräfte beantwortet. |
5 | যেমন আশা করা হচ্ছিল, ইরানের নাগরিক মিডিয়া ‘ইতিহাসকে' আবার তাদের মোবাইল ফোনে ধারণ করেন। | Wie zu erwarten war, haben die iranischen Bürger-Journalisten die “Historie” mit ihren Handys aufgezeichnet. |
6 | সেইরকম কয়েকটি ভিডিও এখানে দেয়া হল। তেহরানে বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিকে পদদলিত করেন, যে কাজ কয়েক মাস আগেও অচিন্তনীয় ছিল। | Protestanten in Teheran trampelten auf dem Portrait des Obersten Führers Ayatollah Ali Khamenei herum, ein Vorgang, der vor ein paar Monaten noch undenkbar war. |
7 | ওবামাকে একটা বার্তা: আপনি হয় আমাদের সাথে বা ওদের সাথে। | Eine Nachricht für Obama: Entweder bist du mit uns oder mit denen. |
8 | লোকের মাঝখানে বিরোধী নেতা মেহদি কারাওবি। | Mehdi Karoubi, ein Oppositionsführer, mitten unter den Leuten. |
9 | নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের আক্রমণ করছে। | Sicherheitskräfte greifen Protestanten an. |