# | ben | deu |
---|
1 | বিদায়, ‘অনলাইন'। | Auf Wiedersehen, “Online.” |
2 | সম্ভাষণ, এইচ টি টি পি এস! | Hallo, HTTPS! |
3 | ২০১৪ সালের ৭ই নভেম্বর ইথান জুকারম্যান ঘোষণা দেন যে তিনি যুদ্ধ করতে যাচ্ছেন। | Am 7. November 2014 kündigte Ethan Zuckerman an, dass er in den Krieg ziehen würde. |
4 | যে ওয়েব ডোমেইনটিকে আমরা ১০ বছর ধরে পাবার আকাঙ্খা করে এসেছি তা যে কেউ নিয়ে নিতে পারে, এবং নরক গুলজার লেগে যাক বা প্রবল জলচ্ছাস যাই হোক না কেন সে এটি জয় করতে যাচ্ছে। | Der Domain-Name, hinter dem wir schon seit einem Jahrzehnt her sind, war nun endlich zum Greifen nah und wir wollten ihn auf Biegen und Brechen für uns gewinnen. |
5 | ডোমেইনটি ছিল globalvoices.org, যেটি ২০০৫ সালে সাইটটি চালু করার দিন থেকেই গ্লোবাল ভয়েসেস ওয়েব সাইটের ঠিকানা হিসেবে পরিদর্শনকারীরা তাদের ব্রাউজার-এ দেখতে পেতেন যদি এই পৃথিবীটা সর্বদাই কারো অনুকূলে কাজ করতো। | Diese Domain, die in einer idealen Welt, in der immer alles zum eigenen Vorteil verläuft, schon beim ersten Internetauftritt von Global Voices im Jahr 2005 im Browser unserer Besucher hätte erscheinen sollen, heißt globalvoices.org. |
6 | কিন্তু তখন এটি অলাভজনক প্রতিষ্ঠান এ্যামেরিকা স্পিক্স-এর মালিকানাধিন ছিল, যাকে এটি বিক্রয় করার জন্য প্রভাবিত করা যায় নি। | Damals war diese Seite allerdings im Besitz der gemeinnützigen Bürgerinitiative AmericaSpeaks und sie wollte unter keinen Umständen verkaufen. |
7 | আমাদের বিকল্প ছিল এই দীর্ঘ, পেল্লায় globalvoicesonline.org, যেটি আমাদের ব্যবসায়িক কার্ডের প্রান্ত ছাড়িয়ে গেলেও এবং এর কারণে কেউ কেউ ‘গ্লোবাল ভয়েসেস অনলাইন' হিসেবে আমাদেরকে উদ্ধৃতি দিলেও আমরা একে ভালবেসে ফেলেছিলাম। | Unsere Alternative war die lange, sperrige Domain globalvoicesonline.org, die wir zu lieben lernten trotz der Tatsache, dass sie über den Rand unserer Visitenkarten hinaus ragte und einige Leute dazu brachte, uns als “Global Voices Online” zu bezeichnen. |
8 | আমাদের অকুতোভয় সহ-প্রতিষ্ঠাতা ইথান, লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। | Unser furchtloser Mitbegründer Ethan, der sich zum Kampf bereit macht. |
9 | বছরের পর বছর ধরে আমরা আমেরিকাস্পিকস এবং তাদের ঐ ডোমেইন নামের উপর নজর রেখেছি। | Über die Jahre hinweg behielten wir AmericaSpeaks und deren Domain-Namen im Auge. |
10 | ২০১৪ সালের শুরুতে, আমরা ১৯ বছর পর আমরা বন্ধ হয়ে যাচ্ছি জানতে পারার পর আমেরিকাস্পিকস এর সম্পত্তি বিক্রয় করে ফেলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সাথে অল্প কয়েকটি আশাপ্রদ কিন্তু পরিশেষে ফলাফলবিহীন আলোচনা করি। | Nachdem wir erfahren hatten, dass sie nach 19 Jahren ihre Arbeit einstellen würden, hatten wir zu Beginn des Jahres 2014 ein paar vielversprechende, am Ende jedoch erfolglose Unterhaltungen mit den Leuten, die verantwortlich waren für den Verkauf der AmericaSpeaks-Güter. |
11 | তারপরই ৭ই নভেম্বর ইথানের কাছ থেকে চিরকুটটি আসে যাতে উল্লেখ ছিল যে globalvoices.org বাজারে এসেছে এবং সে এটি পাবার জন্য গোড্যাডি-তে নিলাম যুদ্ধ শুরু করতে যাচ্ছে। | Am 7. November erhielten wir dann die Nachricht von Ethan, dass globalvoices.org auf den Markt gekommen war und er kurz davor war auf GoDaddy in den Bieterkrieg zu ziehen. |
12 | আমরা তার সৌভাগ্য কামনা করলাম এবং পরবর্তী কয়েকটি ঘন্টা রুদ্ধশ্বাসে, সফলতার আকাঙ্খায় আঙ্গুল চেপে ধরে, এবং আমাদের নিজস্ব সৌভাগ্যের কবচগুলোকে আঁকড়ে ধরে অপেক্ষা করে থাকলাম। | Wir wünschten ihm alles Gute und warteten die nächsten Stunden mit angehaltenem Atem, gekreuzten Fingern und Zehen und umklammerten unsere jeweiligen Glücksbringer. |
13 | সেদিন বিকেল ৬:০৭ ঘটিকায় আমাদের ইনবক্স-এ একটি ইমেইল এসে থামলো যার বিষয় স্থানে লেখা ছিল ‘আমরা পেয়েছি'। | An jenem Abend um 18:07 Uhr (UTC -4) landete eine Email in unserem Posteingang mit dem Betreff “hab sie”. |
14 | ‘সুতরাং…,' ইথান লিখেছে, ‘আমরা এখন এর গর্বিত মালিক।' | “Also…”, schrieb Ethan, “wir sind nun die stolzen Besitzer von globalvoices.org.” |
15 | আমরা যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাস না করতাম তবে কোন সন্দেহ নেই যে এক বোতল স্যাম্পেইন খোলা হতো, কিন্তু এমন কি এই কার্যত জয়ধ্বনিও ছিল কোলাহলপূর্ণ ও সক্রিয় উদ্দীপনাময়। | Würden wir nicht alle in unterschiedlichen Teilen der Welt leben, hätten wir mit Sicherheit eine Flasche Champagner geöffnet, doch selbst der virtuelle Jubel war laut und überschäumend. |
16 | মাত্র কয়েক সপ্তাহ আগে আমরা আমাদের সর্বপ্রথম ব্লগ প্রচারের ১০ বছর পূর্তি করেছি, এবং আমাদের আনুষ্ঠানিক ১০ম জন্মদিবস পালিত হবে আর মাত্র কয়েক সপ্তাহ পর। | Nur wenige Wochen zuvor hatten wir das 10-jährige Jubiläum unseren allerersten Blogposts begangen und unser offizieller 10. Geburtstag war auch nur ein paar Wochen entfernt. |
17 | পরিশেষে আমাদের সংস্থা ও ডোমেইনের নামগুলোকে যথাযথ বিন্যস্তভাবে হাতে পাবার থেকে ভাল ১০ম জন্মদিনের উপহার আর কি হতে পারে! | Was hätte es für ein besseres 10-jähriges Geburtstagsgeschenk geben können, als endlich einen perfekten, gleichklingenden Organisations- und Domain-Namen zu haben! |
18 | একটি নতুন ডোমেইনের অধিকার গ্রহণ করা এক বিষয়-এটিকে আমাদের ৩০টির বেশী একটি আর একটি সাথে সংযুক্ত, বহুভাষাভাষী ওয়ার্ডপ্রেস সাইটের সারিতে এর বাস্তবায়ন করা সম্পূর্ণ অন্য বিষয় ছিল, বিশেষভাবে আমরা এটিকে HTTP থেকে আরও নিরাপত্তাযুক্ত HTTPS স্থানান্তরণের সঙ্গে সমলয়ী করতে পরিকল্পনা করছিলাম, যে পরিবর্তনটি অনেক দিন ধরেই করা হচ্ছিল। | In den Besitz des neuen Domain-Namen zu gelangen war eine Sache - diesen in eine Reihe aus über 30 miteinander verlinkten, mehrsprachigen WordPress-Seiten zu implementieren, eine ganz andere. Vor allem da wir geplant hatten, dies mit dem Wechsel von HTTP zum sichereren HTTPS zu kombinieren: Eine Umstellung, die schon seit einiger Zeit im Gange war. |
19 | HTTPS কেন? | Warum HTTPS? |
20 | HTTP এর উপর দিয়ে প্রবাহিত ইন্টারনেট চলাচল সংকেতাবদ্ধ নয়, তার মানে হলো ব্যবহারকারীর তথ্য এবং আচরণ খুব সহজেই ধরে ফেলা যায় এবং অনুসরণ করা যায়। | Internetverkehr, der über HTTP-Seiten verläuft ist nicht verschlüsselt, das heißt, Nutzer- und Verhaltensdaten können mit Leichtigkeit abgefangen und verfolgt werden. |
21 | HTTPS এর ক্ষমতা বলেই সংকেতাবদ্ধতা প্রদান করে: বিষয়বস্তুগুলোকে শুধু মাত্র আপনার ব্রাউজারের মাধ্যমেই সংকেত মোচন করা যাবে, এবং আপনার তথ্য আড়িপাতনকারীরা সহজেই দেখাতে, পরিমার্জন এবং অনুলিপি তৈরী করতে পারবে না। | HTTPS beinhaltet standardmäßig eine Verschlüsselung: Inhalte können nur von eurem Browser entschlüsselt werden und eure Daten können von Mithörenden nicht einfach eingesehen, modifiziert oder kopiert werden. |
22 | বিগত বেশ কয়েকটি মাস ধরে, আমাদের মন্ট্রিল-ভিত্তিক কারিগরি প্রধান জেরেমী ক্লার্ক কার্ল এ্যালেকজান্ডার-এর সহায়তায় এই দুই সম্পর্কহীন কিন্তু আন্তসংযুক্ত প্রক্রিয়াগুলোর জটিলতা ও কৌশলগত দিকগুলো সমাধানের কাজ করে যাচ্ছিলেন। | Über die letzten paar Monate hinweg hat unser Technikleiter in Montreal Jeremy Clarke mit Unterstützung von Carl Alexander an den Feinheiten und Formalitäten dieser beiden unabhängigen und dennoch verknüpften Prozesse herum getüftelt. Am 15. September hat der Domain-Wechsel stattgefunden und zugleich wurde das durchgängig eingeschaltete HTTPS für unsere größten Seiten aktiviert. |
23 | সেপ্টেম্বরের ১৫ তারিখে আমরা ডোমেইন স্থানান্তরের কাজটি শেষ করি, এবং প্রক্রিয়াক্রমে সর্বদাই চালু থাকা HTTPS কে আমাদের প্রধান প্রধান সাইটগুলোতে সক্রিয় করি। https://www.globalvoices.org এখন আমাদের ঠিকানা যেটি আপনারা আমাদের মূল ইংরেজী সাইট, এবং রাইজিং ভয়েসেস-এর মতো সাবডোমেইনগুলো পরিদর্শন করলে আপনাদের ব্রাউজারে দেখতে পাবেন, আমাদের অনুবাদ সাইটগুলোও globalvoices.org বহন করছে। | https://www.globalvoices.org ist nun die Adresse unserer Seite, die in eurem Browser erscheint, wenn ihr die englische Hauptseite von Global Voices besucht. Das gleiche gilt auch für Subdomains, wie zum Beispiel Rising Voices und unsere Übersetzungsseiten. |
24 | এই পরিবর্তনের পাশাপাশি সংশ্লিষ্টজন এবং নিকট বন্ধুদের কাছে আরও প্রাণবন্ত ‘এ্যাডভক্স' নামে পরিচিত গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসী-এর পুর্বের ইউআরএল থেকে বিশাল ৯টি অক্ষর ছেটে ফেলা হয়েছে, এবং সেটি এখন সুতনু https://advox.globalvoices.org -এ পরিণত হয়েছে। | Zusätzlich zu diesem Wechsel wurde auch die URL der Global Voices Advocacy-Webseite, die Gemeinschaftsmitgliedern und engen Freunden seit langem unter dem viel pfiffigeren Namen “Advox” bekannt ist, um ganze 9 Zeichen verkürzt und lautet nun anmutig https://advox.globalvoices.org. |
25 | পরবর্তী সপ্তাহগুলোতে আমরা গর্বের সাথে এ্যাডভক্সকে আমরা আমাদের আনুষ্ঠানিক নাম হিসেবে সাইটির মার্কা ও প্রতীকের মধ্যে ধারণ করবো। | In den kommenden Wochen werden wir voller Stolz Advox als unseren offiziellen Namen in unsere Marke und unser Logo aufnehmen. |
26 | এবং আমাদের কাজ এখনও শেষ হয় নি। | Doch damit ist unsere Arbeit noch nicht getan. |
27 | সকল পাতাগুলোকে HTTPS হিসেবে সাজানোর পরও আমরা জানি যে আমাদের সেটআপে থাকা সংকেতলিপির কোন কোন বিষয়ে আরও কাজ করার প্রয়োজন আছে যাতে সর্বশেষ নিরাপত্তা প্রটোকলের অনুবর্তী হওয়া যায়। | Trotz der Tatsache, dass wir nun alle unsere Seiten mit HTTPS versehen haben, wissen wir, dass manche Aspekte unserer Konfigurationsverschlüsselung noch mehr Arbeit bedürfen bis sie dem aktuellen Stand der Sicherheitsprotokolle entsprechen. |
28 | কিন্তু আমরা এই বড় বড় পদক্ষেপগুলো নিতে পারার জন্য গর্বিত। | Trotzalledem sind wir stolz darauf, dass wir diesen großen Schritt forwärts gemacht haben. |
29 | আমরা ইথান, জেরেমী, এবং কার্লকে এগুলো সম্ভব করে তোলার জন্য করা পরিশ্রমের জন্য সেলুট দেই! | Wir ziehen unseren Hut vor Ethan, Jeremy und Carl, deren harte Arbeit diesen Fortschritt ermöglicht hat! |