# | ben | deu |
---|
1 | ইরান: বিক্ষোভ নিয়ে আরো নাগরিক ভিডিও | Iran: Mehr Bürgervideos von den Demonstrationen |
2 | ১৫ই জুন সোমবার তেহরানে প্রায় লাখেরও বেশী লোক মিছিল করেছেন সংস্কারক প্রেসিডেন্ট প্রার্থী, মির হুসেইন মুসাভির হয়ে। | Mehr als 100.000 Menschen gingen am Montag in Teheran auf die Straße, um den reformorientierten Präsidentschaftskandidaten, Mir Hussein Mousavi, und seine Forderung nach Annulierung der Wahlergebnisse zu unterstützen. |
3 | তার দাবি যে নির্বাচনের ফলাফল যেন বাতিল করা হয় যেখানে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ১২ই জুন এর নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে। | Bei der Wahl, die am 12. Juni stattfand, wurde der amtierende Präsident Mahmoud Ahmadinejad zum Sieger erklärt. |
4 | এই মিছিল রক্তক্ষয়ের মধ্য দিয়ে শেষ হয় এবং অন্তত ৭ জন প্রতিবাদকারী জীবন হারান। | Der Protestmarsch endete blutig. Mindestens sieben Menschen wurden dabei getötet. |
5 | ব্রিটেনের চ্যানেল ৪ টেলিভিশনের রিপোর্ট অনুসারে, (বিদেশী রিপোর্টিং এর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রচারিত হয়েছে) জনতা পাথর ছুঁড়ে মেরেছে আর সরকারপন্থী বাসিজ মিলিশিয়ার একটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। | Einem Bericht des britschen Fernsehsenders Channel 4 zufolge (trotz verbotener ausländischer Berichterstattung gesendet), warf die Menge Steine und setzte ein Gebäude der regierungsnahmen Basij-Miliz in Brand. |
6 | হেলমেট পরা একজন মিলিশিয়া বাতাসে তার একে-৪৭ থেকে গুলি ছোঁড়েন একঝাঁক পাথরের আক্রমণে পিছু হটার আগে। | Ein behelmter Milizionär feuerte mit einer AK-47 in die Luft und ging danach vor einem Steinhagel in Deckung. |
7 | ইউটিউবে আরো নাগরিক ভিডিও আছে যে এই আক্রমণ কেমন করে হলো: | Auf YouTube gibt es weitere Viedeos von Bürgern, die zeigen, wie der Angriff ablief: |
8 | এই গুলিবর্ষণের ঘটনার পরের দিন সকালে তেহরানের রাসুল আকরাম হাসপাতালের কর্মীরা হত্যার বিরুদ্ধে বিক্ষোভ করেন। | Am Morgen nach dieser Schießerei demonstrierte die Belegschaft des Rasool-Akram-Hospitals in Teheran gegen die Morde. |
9 | নীচের ভিডিওতে একজন বিক্ষোভকারী একটা প্লাকার্ড ধরে আছেন যেখানে লেখা: ”৮জন শহীদ”: | Einer der Demonstranten hält ein Plakat mit der Aufschrift: „8 Märtyrer“. |
10 | গুলি করা বা অত্যাচার বিক্ষোভকে দমাতে পারেনি, আর হাজার হাজার লোক তেহরানে মঙ্গলবার আবার মিছিল করেছেন। | Erschießungen und Repression konnten die Protestbewegung bisher nicht aufhalten und in Teheran gingen auch am Dienstag wieder Tausende auf die Straße. |
11 | অন্যান্য শহরেও বিক্ষোভ বাড়ছে। | Auch in anderen Städten kommt es zunehmend zu Demonstrationen. |
12 | শিরাজ থেকে নেয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ছবি পুড়িয়েছেন। | In Shiraz verbrannten Demonstranten ein Foto von Präsident Mahmoud Ahmadinejad, wie dieses Video zeigt. |