Sentence alignment for gv-ben-20101214-14061.xml (html) - gv-deu-20101207-2648.xml (html)

#bendeu
1উইকিলিকসের জুলিয়ান অ্যাসাঞ্জে: যাদুকরী নায়ক নাকি খলনায়কWikiLeaks’ Julian Assange: Oz Held oder Schurke
2উইকিলিকসের জুলিয়ান অ্যাসাঞ্জে তার দেশ অস্ট্রেলিয়ার নাগরিকদের কারো কাছে নায়ক, আবার কাছে খলনায়ক।In seinem Heimatland Australien ist Julian Assange entweder ein Held oder ein Bösewicht.
3দেশে এবং বিদেশের অনেকেই উইকিলিকসের প্রতিষ্ঠাতারা মাথা কেটে ফেলতে চাইছে, অন্যদিকে অন্যরা তাকে জনতার চোখে একজন বিজয়ী বীর হিসেবে দেখছে।Viele Menschen, sowohl hier als auch im Ausland, verlangen den Kopf des Wikileaks Gründers. Andere sehen ihn als einen Champion der Menschheit.
4স্থানীয় ব্লগাররা কেবলগেটে যে সমস্ত বিষয়ের কথা ফাঁস করে দিয়েছে তার উপর মনোযোগ প্রদান করার বদলে এর নৈতিকতা এবং কার্যকর প্রশাসনের ব্যাপারে এর প্রভাবের বিষয় নিয়ে আলোচনা করছে।Hiesige Blogger haben weniger auf den Inhalt der ‘cablegate' Enthüllungen reagiert, als über ethische Fragen und die möglichen Konsequenzen für eine effektive Regierungsführung.
5ক্লাব ট্রুপ্পোস নামক গ্রুপ ব্লগের দুজন লেখক এক ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এই বিতর্কের উপর লেখা পোস্ট করেছে।Club Troppos Gruppen-Blog hat die Artikel von zwei Autoren veröffentlicht, welche die Kontroverse aus ganz unterschiedlichen Blickwinkeln beleuchten.
6কেন পারিশ নামক লেখক এই উন্মোচনের ঘটনাকে উদ্দেশ্য পুরণ করার বদলে কাজে বিঘ্ন ঘটার বিষয় এবং বিচার করার যোগ্য নয় এমনভাবে দিক দিয়ে দেখছে।Ken Parish sieht die Veröffentlichungen soweit als kontraproduktiv und ungerechtfertigt: Ich kann FOI-Experte Peter Timmins Kommentar über die neuesten Wikileaks “Offenbarungen” nur zustimmen.
7সম্প্রতি উইকিলিকসের উন্মোচনের ঘটনায় ফোওআই-(ফ্রিডম অফ ইনফরমেশন বা তথ্য স্বাধীনতা) বিষয়ক বিশেষজ্ঞ পিটার টিমমিনসের সাথে আমি খুব বেশী একমত হতে পারি না।Ich habe keine Ahnung, ob Assange ein Vergewaltiger ist oder nicht, aber ihm ist es sicherlich gelungen, das Anliegen über das Aufdecken von Missständen im öffentlichen Sektor um ein Jahrzehnt oder mehr zurückzusetzen.
8আমার জানা নেই অ্যাসাঞ্জে একজন ধর্ষক কি না, কিন্তু তিনি এক দশক তা তার বেশী সময় ধরে জনতার মাঝে একটা আওয়াজ তৈরি করতে সমর্থ হয়েছে।Die bis jetzt veröffentlichten Dokumente zeigen wenig oder keine öffentlichen Missbräuche der USA oder von sonst jemandem; es gibt also einfach kein legitimes öffentliches Interesse an ihren Veröffentlichungen.
9এই উন্মোচনের ঘটনা এখন পর্যন্ত নির্দেশ করে যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশ সামান্য বা গণ কোন অবৈধ কাজ করেনি। কাজে তাদের এই সব উন্মোচনের ব্যাপারে জনতার বৈধ কোন আগ্রহ নেই।Zufällige Gedanken und Nörgeleien Club Troppo Blogger Paul Frijters macht sich Sorgen über Assanges Wohlergehen und hofft, dass die Indiskretionen zu einer besseren Rechenschaftspflicht führen werden:
10ধারবাহিক চিন্তা এবং নালিশ করা।Sie haben es also wieder einmal geschafft.
11একই ক্লাব ট্রুপ্পো ব্লগের ব্লগার পল ফ্রিজটার, অ্যাসাঞ্জের কল্যাণের ব্যাপারে চিন্তিত এবং আশা করছেন যে এই উন্মোচনের ঘটনা সবাইকে আরো জবাবদিহিতা প্রদান করার দিকে ঠেলে দেবে। ঠিক আছে, তারা আবার কাজটি করতে সমর্থ হয়েছে।Queensland-Boy Julian Assange und seine Bande fröhlicher Journalisten und IT-Nerds haben das Internet wieder einmal mit sensiblen Informationen überflutet, die, durch die Freigabe des Inhalts von einigen Hunderttausend diplomatischen Telegrammen, mehrere Regierungen, vor allem die USA, in Verlegenheit bringen.
12কুইন্সল্যান্ডের ছেলে-জুলিয়ান অ্যাসাঞ্জে এবং তার উল্লসিত সাংবাদিক এবং প্রযুক্তি নিয়ে ঘাঁটাঘাঁটি করা আহাম্মকের দল আরো একবার সংবেদনশীল তথ্যে ইন্টারনেট ভাসিয়ে দিয়েছে, যা বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্রের সরকারকে বিব্রত করেছে। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার।Julian Assange wird wohl bald erwischt werden, wenn nicht von Interpol, die anscheinend Nahe dran ist, einen Haftbefehl auszustellen, dann von den australischen Staatsanwälten, die gern ‘prüfen' möchten, ob er die Gesetze verletzt hat, oder sonst irgendeiner anderen westlichen Regierung.
13তারা হাজার হাজার কূটনৈতিক নথিপত্রের উপাদান প্রকাশ করে এই কাণ্ড ঘটায়। জুলিয়ান অ্যাসাঞ্জে শীঘ্রই ধরা হবে।Ist er einmal gefangen genommen worden, so wird er, ich sage das voraus, den Rest seines Lebens vor den Gerichten verbringen.
14যদি ইন্টারপোল তা করতে না পারে, যারা তার উপর এক গ্রেফতারী পরোয়ানা জারি করার কাছাকাছি চলে যাবে, এরপর আসবে অস্ট্রেলিয়ার আইনজীবীরা যারা দেখতে চাইবে যে সে কি কোন আইন ভঙ্গ করেছে কিনা, অথবা অন্য কোন পশ্চিমা সরকার একই ভাবে বের করার চেষ্টা করবে সে কোন আইন লঙ্ঘন করেছে কিনা।
15একবার যদি তাকে ধরা হয়, আমি মনে করি তাহলে তাকে বাকি জীবন আদালতে কাটাতে হবে।
16আমি বলতে পারি জুলিয়ান অ্যাসাঞ্জে ভবিষ্যৎ-এ আজীবন জেলের ভাত খেতে যাচ্ছে, যদি না, তাকে আশ্রয় দিতে রাজি আছে, এমন কোন রাষ্ট্র সে খুঁজে না পায়।Ich würde sagen Julian Assange wird seine Lebenszeit mit Gefängnis-Essen verbringen, wenn er kein Land findet, dass bereit ist ihn zu schützen.
17উইকিলিকসকে উন্মুক্ততার আদর্শ এবং সরকারকে দায়িত্বশীল করার ক্ষেত্রে লেগে থাকার জন্য প্রশংসা পেতে পারে। কিন্তু এখনো তারা সত্যিকারের খারাপ জিনিসের উপাদান আক্রমণমূলক ভাবে আলাদা করেনি।Wikileaks sollte Beifall dafür erhalten, dass es an den Idealen der Offenheit und Rechenschaftspflicht seitens der Regierung festhält, aber es hat bisher noch nicht die mächtige und wirklich invasive Überprüfung der schlechten Dinge, die einige von ihnen unternommen haben, veröffentlicht.
18সম্ভবত সেগুলোকে আগামীতে দেখা যাবে।Vielleicht kommt das noch.
19আমি সুনিশ্চিত ভাবে এ ব্যাপারে আশাবাদি।Ich hoffe es sehr.
20উইকিলিকসের যাত্রার শেষ কোথায়?Wohin Wikileaks?
21কেটি বারনেট, স্ক্যাপটিকাল লইয়ার নামক ব্লগে লিগাল ইগল হিসেবে ব্লগ করেন। তিনি এর আইনগত দিকটি দেখেছেন এবং এরপর তিনি জুলিয়ানের কাজের গুরুত্ব পরিমাপ করেছেন।Katy Barnett, die als Legal Eagle bei Skeptical Lawyer blogged, schaut auf die rechtlichen Aspekte und beurteilt dann die Verdienste von Julians Aktionen:
22আমি স্বীকার করে নিচ্ছি যে উইকিলিকসের ব্যাপারে আমি দ্বিধান্বিত যে অ্যাসাঞ্জে বিরুদ্ধে কোন নেয়া অভিযোগ দাঁড় করা যায় কি না।Ich muss gestehen, dass ich zwiespältige Gefühle für WikiLeaks habe, unabhängig davon, ob irgendwelche Verfahren gegen Assange eingeleitet werden oder nicht.
23…একজনের অবশ্যই সতর্কতার সাথে তথ্যের স্বাধীনতার সাথে অন্য আগ্রহের বিষয়গুলো মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।… Man muss die Freiheit über Informationen sehr sorgfältig mit anderen Interessen abwägen.
24তথ্য প্রকাশ করে দেওয়া সবসময় ভালো কাজ না।Offenlegung von Informationen ist nicht immer eine gute Sache.
25এবং এটা খুব স্বাভাবিক যে ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি জনতার দৃষ্টিভঙ্গি থেকে ক্ষেত্রে ভিন্ন হয়। (এটা এমনকি ব্যক্তি থেকে ব্যক্তির ক্ষেত্রে হতে পারে: এটাকে বলে কৌশল) উইকিলিকস এবং তথ্য স্বাধীনতার ক্ষেত্রে সাহসী এক বিশ্বUnd es ist nur natürlich, dass die Ansichten, die eine Regierung in privaten Kommunikationen ausdrückt, sich von denen unterscheidet, die veröffentlicht werden (das geschieht ja auch bei einer Privatperson: man nennt es Takt).
26থিঙ্কিং আউট লাউডের লরেঞ্জ মনে করেন যে এই নথি প্রকাশের ঘটনা অ্যাসাঞ্জের জীবনকে বিপন্ন করতে পারে এবং এগুলোকে তিনি ভিয়েতনাম যুদ্ধের সময় ড্যানিয়েল এলসবার্গ কর্তৃক পেন্টাগনের নথিপত্র ফাঁস করে দেয়ার সাথে এর তুলনা করেছেন।Wikileaks und die schöne neue Welt der Freiheit der Information Lorenzo von Thinking Out Loud glaubt, dass die Leaks Leben gefährden und vergleicht sie mit den berühmten Daniel Ellsberg Pentagon Papieren während des Vietnamkrieges:
27উইকিলিকস নথি কিছু বিশেষ ব্যক্তির জন্য ভালোভাবে বিপদ ডেকে এনেছে।Diese Entladung von Wikileaks Dokumenten kann Gefahren für bestimmte Personen darstellen.
28যা অনেক লজ্জাজনক ঘটনা এবং মধ্যপ্রাচ্যের রাজনীতির নোংরা বিষয়কে তুলে এনেছে।Das ist beschämend und zeigt die Bösartigkeit von vieler Nahost-Politik.
29জুলিয়ান অ্যাসাঞ্জের এবং তার কাজ নিয়ে কেউ একজন কি ভাবল তা ভাবার চেয়ে, কূটনৈতিক বিশ্বে আসলে কি উন্মোচিত হল তা জানা এবং সঠিক ভাবে জানা অনেক বেশী যুক্তিপূর্ণ । পেন্টাগনের কাগজপত্রে কি লেখা রয়েছেDoch unabhängig davon, was man von Julian Assange und seinen Aktionen denkt, was er eigentlich offenbart hat ist eine reichlich normale und ziemlich gut informierte diplomatische Welt.
30পোস্ট পারসোনাল রিফ্লেকশন এবং সেই পোস্টের উপর আসা মন্তব্যের উত্তর দিতে গিয়ে প্রাক্তন এক সরকারি কর্মচারি জিম বেলশ অন্য মন্তব্যকারীদের সাথে যোগ দিয়েছেন এই যুক্তিতে যে, সুশাসন প্রক্রিয়ায় এসব বিষয়, সরকারের উপর প্রভাব ফেলবে, যারা অনেক বেশি সেবা প্রদান করবে এবং ব্যক্তিগত জায়গায় কম খোলামেলা হবে।Was die Pentagon Papers bewirkt haben In seinem Beitrag und als Reaktion auf die Stellungnahme bei Personal Reflections, kommentiert der ehemalige leitende Beamte Jim Belshaw zusammen mit anderen, dass eine gute Regierungsführung davon betroffen werden wird, weil sie in Zukunft geheimnisvoller und weniger offen sein wird:
31আমার মতে উইকিলিকসের সৃষ্টি করা সবচেয়ে বড় বিপদটি শায়িত রয়েছে সরকারের প্রতিউত্তর করার মধ্যে দিয়ে।Meiner Meinung nach liegt die größte Gefahr von Wikileaks bei der Art möglicher Reaktionen seitens der Regierung.
32আমি আশা করব যে অন্য সব বিষয়ের মধ্যে, তথ্য পাবার উপর অধিকারের পরিমাণ কমিয়ে আনা, ঝুঁকি বাড়ানো এবং তাদের শাস্তি প্রদান করা, যারা সব প্রকাশ করে তাদের শাস্তি প্রদান করা হবে; এবং এসব বিষয় সরকার কর্ম পদ্ধতির মধ্যে জটিলতা বাড়িয়ে তোলে, যা ইতোমধ্যে তার কার্যকারিতার প্রভাব কমিয়ে দিয়েছে।Ich erwarte, dass diese, unter anderem, den Zugang zu Informationen reduzieren werden; das Risiko und die Strafen für diejenigen, die sich aussprechen, erhöht werden; und dass die Verstopfung der Regierung-Systeme, die bereits ihre Wirksamkeit verringert hat, sich weiter erhöhen wird.
33যা ঘটেছে তাতে কোন সরকার একে উপেক্ষা করতে পারে না।Keine Regierung kann ignorieren, was passiert ist.
34অস্ট্রেলিয়াতে আমাদের সরকার এই ফাঁস হবার ঘটনাকে মোকাবেলা করতে পুরো এক বিশেষ দল নিয়োগ করেছে ।In Australien haben wir bei der Regierung eine ganze Arbeitsgruppe, die sich mit den Auswirkungen dieser Leaks beschäftigt.
35আমেরিকার অবস্থা আরো বেশি জটিল এবং বিপজ্জনক। মি: অ্যাসাঞ্জে অহমিকাDie Lage in den USA ist komplizierter und gefährlicher.
36ক্রিকিই নামক ব্লগে লিউক মিলার এমন একটি লেখা পোস্ট করেছেন, যা অপ্রকাশিত অস্ট্রেলীয় নথিতে কি প্রকাশ হতে পারে সে সম্বন্ধে।Herr Assangs Ego Luke Miller von Crikey hat beschrieben, was die unveröffentlichten australischen Kabel enthalten könnten.
37তার ধারণা, ইজরায়েলের ব্যাপারে আমাদের সরকারের মনোভাব তার কারণে কিছু বিষয় খানিকটা প্যাঁচানো রূপ ধারণ করেছে: ..Seine Spekulationen über die Haltung unserer Regierung gegenüber Israel hat einen neuen Dreh:
38কয়েক দিনের মধ্যে একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার অগ্রহণযোগ্য কোন চুক্তির ঘটনা ফাঁস হয়ে যাবার বিষয়টি হয়ত দেশটির বিশ্বকাপ আয়োজনের প্রচেষ্টাকে ডুবিয়ে দিতে পারে, এছাড়া এই আয়োজনের দাবিদার হবার জন্য মধ্য প্রাচ্যের থেকে এখনো একটি ভোটের প্রয়োজন, যে ভোটাভুটি আগামী মাসে অনুষ্ঠিত হবে।…… ein ungünstiges Leak in den nächsten Tagen über die internationalen Beziehungen Australiens könnte die Bewerbung um die Fußball-WM torpedieren, die auch von mindestens einer Stimme aus dem Nahen Osten abhängig ist. Kein Wunder, dass die australische Regierung schnauft und keucht.
39এখানে বিস্ময়ের কিছু নেই যে অস্ট্রেলীয় সরকার হাবুডবু খাচ্ছ।Die Canberra-Telegramme: Die nächsten WikiLeaks gefährden WM Bewerbung?
40ক্যানবেরা ক্যাবেলস: পরবর্তী উইকিলিকস অস্ট্রেলিয়ার বিশ্বকাপের আয়োজন প্রচেষ্টাকে ঝামেলায় ফেলে দিতে পারে?
41যেহেতু অস্ট্রেলিয়া ফিফা ২০২২ বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে একটি মাত্র ভোট পেয়েছে, সে ক্ষেত্রে মন্তব্যে যেমনটা বলা হয়েছে, সেই হিসেবে এই পরাজয়ের জন্য একে সহজেই দায়ী করা যায়।Da Australien bei FIFA nur eine Stimme für seine Bewerbung für 2022 erhielt, könnte man das als einen Gegenschlag bezeichnen, wie einer der Kommentare andeutet.
42এন্টোনি লোয়েনস্টেইন মধ্যপ্রাচ্য বিষয়ক একজন অতি পরিচিত ব্লগার।Antony Lowenstein ist ein bekannter Blogger über den Nahen Osten.
43এবিসির আনলিশড নামক ব্লগে তিনি মূল ধরার প্রচার মাধ্যমের প্রতিক্রিয়ার ব্যাপারে প্রশ্ন তুলেছেন:Bei ABCs Unleashedhinterfragt er die Reaktionen der Hauptmedien:
44অ্যাসাঞ্জে যে কিন গতানুগতিক মূল ধারার প্রচার মাধ্যমের খেলায় অংশ নিতে অস্বীকার করেছে, মনে হচ্ছে তার প্রতি অনেক বেশী সন্দেহ মূলক মনোভাব পোষণ করা হচ্ছে।Es gibt eine übermäßig misstrauische Haltung gegenüber Menschen wie Assange, die sich weigern die traditionellen Medien Spiele zu spielen.
45যেন সে এক বহিরাগত, যে কিনা সব বিশেষ তথ্যের অধিকারী।Er ist ein Außenseiter mit exklusiven Informationen.
46সে তার অবসর সময়ের বেশীর ভাগ বছরই প্রচার মাধ্যমের ভেতরের বৈপরিত্যের বিষয় নিয়ে গবেষনা করে কাটায়নি।Er hat keine Jahre damit verbracht, Kontakte innerhalb des Medienkreises zu pflegen.
47এবং তিনি তার অবসর সময়ের বেশির ভাগ অংশ রাজনৈতিক কর্মী, সম্পাদক এবং ভেতরের লোকদের সাথে মেলামেশা করে কাটায়নি।Und er verbringt nicht große Teile seiner Freizeit dabei, sie mit politischen Personal, Redakteuren und Insidern zu verbringen.
48… একজন সত্যিকার সাংবাদিকের কাজ অফিসের বা সরকারের চাওয়াকে কৌশলে সংবাদে প্রবেশ না করানো, তার বদলে সেই সঠিকভাবে সেই সংবাদের ব্যাপারে তদন্ত করা, যেগুলোর বিষয়ে সরকারের আগ্রহ রয়েছে।… Die Aufgabe eines echten Journalisten ist es nicht, Beamte oder Regierungen vor Verlegenheiten zu isolieren, sondern legitime Ereignisse, die von öffentlichem Interesse sind, zu untersuchen.
49উইকিলিকসের ব্যাপারে প্রচার মাধ্যমের খুঁটি কোথায়?Wo ist das Rückgrat der Medien bei den WikiLeaks?
50দি পাঞ্চ-এ, হেলেন ইয়াং ডিজিটাল সময়ে কোন তথ্য লুকিয়ে রাখা যে কত কঠিন সে বিষয়ের দিকে লক্ষ্য করছেন:Bei The Punch betrachtet Helen Young die Schwierigkeiten im digitalen Zeitalter Geheimnisse zu bewahren:
51যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সাম্প্রতিক উইকিলিকস বিপর্যয় হয়ত তার সৈনিকদের চেয়ে কূটনীতিবিদদের কাজের কারণে ঘটেছে, কিন্তু কেবেলগেট এবং আফগান ও ইরাক যুদ্ধের দিনলিপি তথ্যে প্রকাশ হয়ে যাওয়ার বিষয় তথ্য নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার সঙ্কটের কারণে ঘটেছে।Die neueste Wikileaks-Katastrophe für die US-Regierung mag sich auf die Aktionen seiner Diplomaten konzentrieren und nicht auf seine Soldaten, doch sind die Cablegate und der Afghanistan-Krieg und die Iraq Tagebücher alles Informationskrisen über Kontrolle und Management.
52উইকিলিকস সকল গোপনীয়তার শেষ নয় পাবলিক অপিনিয়ন-এ গ্রে সোয়ের থম্পসন প্রচার মাধ্যমের ভূমিকার ব্যাপারে লোয়েনস্টাইন এর শঙ্কার প্রতিধ্বনি করেছেন, যাকে এখনো দ্বাররক্ষক-এর ভূমিকায় দেখা হচ্ছে।Das WikiLeaks sind nicht das Ende aller Geheimnisse Gary Sauer-Thompson von Public Opinionist der gleichen Meinung wie Lowenstein in Bezug auf die Rolle der Medien, die immer noch als agierende Torhüter angesehen werden:
53উইকিলিকস এর জমা রাখা তথ্য প্রকাশের ব্যাপারে কৌতুহলজনক বিষয়টি ( জমা হয়ে থাকা আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের তথ্য এবং এর সাথে সব কূটনৈতিক তথ্য) হচ্ছে ইন্টারনেট যুগে অভিজাত সংবাদ সংগঠন- যেমন, গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস, এবং ডের স্পেইজে, ইত্যাদি- সেই সমস্ত সংবাদ গ্রহণ করছে, যা তাদের নিজস্ব সাংবাদিকদের করা তদন্তে প্রকাশিত হয়নি, বরঞ্চ অন্যদের, যেমন উইকিলিকস দ্বারা প্রকাশিত হয়েছে।Was an den WikiLeaks Veröffentlichungen interessant ist (die Berichte über die Afghanistan und Irak Kriege plus die diplomatischen Telegramme), ist, dass die Elite Nachrichten-Organisationen - in diesem Fall The Guardian, NYT und der Spiegel usw. - als eine Art Leitung funktionieren, die Material veröffentlichen, welches nicht von ihren eigenen Enthüllungs-Journalisten entdeckt wurde, sondern von andern, wie WikiLeaks.
54… আন্তর্জাতিক সিমানা পেরিয়ে প্রধান প্রধান সব প্রচার মাধ্যমের সাথে আমরা যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করেছি, উভয়ে একমত হয়ে যে কোন লেখার উপাদান প্রকাশ করার ক্ষেত্রে এবং কি ধরনের সংবাদ প্রকাশ করা উচিত তার ব্যাপারে।… Was wir hier haben ist eine Zusammenarbeit von großen Medienunternehmen quer über internationale Grenzen hinweg sowohl in der Übereinstimmung über die Veröffentlichung des Materials als auch in Bezug auf das, was ausgelassen werden soll.
55এটা নতুন ধরনের এক বৈশ্বিক অনুসন্ধান মূলক সাংবাদিকতা।Das ist eine neue Art des globalen investigativen Journalismus.
56উইকিলিকস: দূতাবাসের নথির সংগ্রহশালা অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে ভালো অথবা খারাপ কোন কিছু এখনো ঘটেনি, তবে তা ঘটতে পারে, যদি না সরকার চিরদিনের জন্য জুলিয়ান অ্যাসাঞ্জেকে চুপ করিয়ে দিতে পারে।Wikileaks: Botschafts-Telegramme Für Australien kommt das Beste oder Schlimmste erst noch, es sei denn die Regierung macht es möglich Julian Assange für immer zum Schweigen zu bringen.