Sentence alignment for gv-ben-20120224-23047.xml (html) - gv-deu-20120222-6697.xml (html)

#bendeu
1সিরিয়া: সাংবাদিকদের হত্যাকাণ্ডে স্তব্ধ অবিশ্বাসSyrien: Schock und Fassungslosigkeit nach Ermordung von Journalisten
2এই পোস্ট সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Dieser Beitrag ist Teil unseres Dossiers zu den Protesten in Syrien 2011. [en]
3আজ সামাজিক প্রচার মাধ্যমে সিরিয়ার নিত্যদিনের রক্তপাত-এর সংবাদ ধারণ করা নেট নাগরিকরা অবরূদ্ধ শহর হোমসের বাবা আমর ও তার আশেপাশের এলাকার আজকের মানবতাবিরোধী নৃশংসতার সংবাদে শিক্ত হয়ে এক ধাপ পিছনে সরে আসতে হয়েছে।Netizens, die über das Blutbad in Syrien in den sozialen Medien berichten, mussten heute innehalten, um die Meldungen weiterer Verbrechen gegen die Menschlichkeit, die in Baba Amr in der belagerten Stadt Homs verübt wurden, aufzunehmen.
4লিবিয়ার ত্রিপোলিতে অবস্থানরত এনপিআর মিডিয়া কৌশলী অ্যাণ্ডি কারভিন টুইট করেছেন:NPR-Medienstratege Andy Carvin, der in Tripoli, Libyen, lebt, twitterte:
5@একারভিন: দুঃখপ্রকাশ করার মতো কিছু একটা বলার আগে আমাকে এক মূহুর্তের জন্যে আনপ্লাগ করতে হয়েছে।@acarvin: Ich muss mich für eine Weile ausklinken, bevor ich etwas sage, was ich bereue.
6আমি এই মূহুর্তে এটা মেনে নিতে পারছি না।Ich kann das gerade nicht mehr ertragen.
7#হোমস্ #সিরিয়া আমি#homs #syria
8তিনি আরো বলেছেন:Er fügt hinzu:
9@একারভিন:প্রতিবেদক এবং নাগরিক সাংবাদিকদের হত্যাকাণ্ড আমাদের সাক্ষ্যদান থেকে বিরত রাখতে পারবে না।@acarvin: Reporter und Bürgerjournalisten zu töten wird uns nicht davon abhalten, Zeugnis abzulegen.
10তোমরা আমাদের থামাতে পারবে না।Ihr könnt uns nicht aufhalten.
11# সিরিয়া # হোমস#syria #homs
12তিনি সাথে যুক্ত করেছেন:Und erfährt fort:
13@একারভিন:এসব প্রতিবেদক এবং নাগরিক সাংবাদিকরা আমি আমার এক জীবনে যতটা পারবো এক দিনে তার চেয়ে বেশি সাহস জড়ো করেছে।@acarvin: Diese Reporter und Bürgerjournalisten zeigen mehr Mut an einem Tag, als ich in meinem ganzen Leben.
14আমি তাদের কাছে চিরঋণী।Ich stehe für immer in ihrer Schuld.
15# সিরিয়া # হোমস্#syria #homs
16এদিকে আয়াদ এল বাগদাদি স্বীকার করেছেন:Während Iyad El Baghdadi zugibt:
17:একটু কান্নার জন্যে আমাকে একটি বিরতি নিতে হবে।@Iyad_elbaghdadi: Ich muss eine Pause machen und weinen.
18পরে দেখা হবে।Bis später.
19ব্রিটেনের সানডে টাইমসের যুক্তরাষ্ট্রের সাংবাদিক মেরি কোলভিন এবং ফরাসি আলোকচিত্রী ঘেমি অশলিকের মৃত্যুর প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়াগুলো এসেছে।Die Reaktionen folgten auf Meldungen vom Tod der amerikanischen Journalistin Marie Colvin, die für die britische Sunday Times arbeitete, und des französischen Fotografen Remi Ochlik.
20রয়টার্সের সংবাদ অনুযায়ী, ” তাদের ঘরে শেল আঘাত হানে এবং যখন তারা পালাতে চেষ্টা করে একটি রকেট তাদের আঘাত করে।”Laut Reuters, “trafen Bomben das Haus, in dem sie sich aufhielten, und eine Rakete traf sie, als sie versuchten zu entkommen.”
21ইতোমধ্যে মাঠ পর্যায়ের নেট নাগরিক সাংবাদিক ও সক্রিয় কর্মীরা, এক জায়গায় অবস্থান করার সময় আক্রান্ত মিডিয়া সেন্টারে তৃতীয় একজন প্রতিবেদক আহত হওয়ার কথা বলেন।Inzwischen berichten Netizens vor Ort, dass ein dritter Reporter verletzt worden sei, als das Medienzentrum, in dem sich die Journalisten und Aktivisten aufhielten, angegriffen wurde.
22টুইটস(ফর)৪পীস, সিরিয়ার শাসকগোষ্ঠীকে আক্রমণ পরিচালনার দায়ে অভিযুক্ত করেন।Tweets4peace beschuldigt das syrische Regime, den Angriff durchgeführt zu haben.
23এই টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন:Der Twitternutzer merkt an:
24টুইটস(ফর)৪পীস:আমরা জানি এটা সরকারের কাজ কারণ এখন পর্যন্ত এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা টানা ১৯ দিন ধরে চলেছে।
25আজকের লক্ষ্য ছিল মিডিয়া সেন্টার # হোমস্ খবরটি টুইটারে সহানুভূতির বন্যা সৃষ্টি করে যা বাশার আল আসাদ এবং তার শাসনবিরোধী সিরীয় বিক্ষোভে সংঘটিত গণহত্যা এবং হাজার হাজার নাগরিকের মৃত্যুতে বিশ্ববাসীর নীরবতার উপর ইতোমধ্যে ঘুরপাক খাচ্ছে।Die Meldung verursachte einen Ausbruch an Mitgefühl bei Twitter, das sowieso schon schaudert angesichts des Schweigens der Welt zu den Massakern, die an Syrern verübt werden, die gegen Bashar Al Assad und sein Regime protestieren, und tausende Bürger das Leben gekostet haben.
26মিশর থেকে মাহা আব্দোলেনিয়েন টুইট করেছেন:Aus Ägypten twittert Maha Abdoelenein:
27@মাহাগাবের:মর্মস্তুদ এবং অবিশ্বাস্য।@mahagaber: Totaler Schock und Fassungslosigkeit.
28আজ সিরিয়ার হোমসে মেরি কোলভিন নিহত ।Marie Colvin heute in Homs, Syrien, getötet.
29আমি তার সাথে ব্যাপকভাবে মিশরের সবকিছুর উপর কাজ করেছি।Ich habe viel mit ihr zu Ägypten zusammengearbeitet.
30দায়া হাদিদ মন্তব্য করেছেন:Diaa Hadid bemerkt:
31@@দায়াহাদিদ:শান্তিতে থাক মেরি কোলভিন, ঘেমি অশলিক। খুব কমই এত সম্মানের সাথে মৃত্যুবরণ করেন - যা অন্যেরা লুকাতে চায় তা বিশ্বকে বলে দিয়ে।@diaahadid: Ruhe in Frieden Marie Colvin, Remi Ochlik, wenige werden so ehrenhaft sterben, indem sie der Welt erzählen, was andere versuchten zu verbergen.
32আর রানিয়া জাবানেহ আমাদের মনে করিয়ে দেন:Und Rania Zabaneh erinnert uns:
33@আরজাবানেহ: # সিরিয়া সাংবাদিকদের জন্য একটি মরণফাঁদে পরিণত হচ্ছে।@RZabaneh: #Syria wird zur Todesfalle für Journalisten.
34এটা সাংঘাতিক: ২০১২ সালে আট সাংবাদিক নিহত; চারজন # হোমস্-এ।Das ist UNGEHEUERLICH: ACHT Journalisten 2012 getötet, VIER davon in #Homs.
35এদিকে সিএনএন-এর প্রতিবেদক আরওয়া উপসংহার টেনেছেন এই বলে:Inzwischen schlussfolgert CNN-Reporterin Arwa Damon:
36@আরওয়াসিএনএন:#হোমসে নিহত আমাদের সহকর্মী তোমরা শান্তিতে ঘুমাও, নৃশংসতার উপর আলোকপাত করতে গিয়ে আমরা যে দাম পরিশোধ করি, স্বাধীনতার জন্যে # সিরিয়া তা পরিশোধ করে প্রতিদিন এই পোস্ট সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।@arwaCNN: Ruhet in Frieden, unsere Kollegen in #homs getötet, der Preis, den wir dafür zahlen, die Verbrechen ans Licht zu bringen, der Preis, den #syria jeden Tag für die Freiheit bezahlt.