Sentence alignment for gv-ben-20130705-37213.xml (html) - gv-deu-20130723-15809.xml (html)

#bendeu
1স্থানীয় কুকুরের মাংস উৎসব বর্জনের আহ্বান চীনা সামাজিক ওয়েবেSocial Web verurteilt chinesisches Hundefleisch-Fest Anlässlich des am 21.
2চীনের গুয়াংঝি প্রদেশের দক্ষিণ-পশ্চিমের শহর ইউলিনে বাৎসরিক কুকুর মাংস উৎসব ২১ জুন,২০১৩ শুরু হয়েছে।
3উৎসবটি বর্জন করার জন্য কিছু আহ্বান জানিয়ে অনলাইনের ভেতরে জোড়ালো শোরগোল চলছে। কিছু সপ্তাহ আগে “খাবার উৎসব” শুরু হয়েছে, যেখানে সমগ্র শহরজুড়ে রেস্তোরাঁগুলোতে পরিবেশনের জন্য কয়েক হাজার কুকুর নৃশংসভাবে জবাই করা হবে।Juni 2013 eröffneten Hundefleischfests, welches jedes Jahr im Südwesten Chinas in der zur Provinz Shaanxi gehörigen Stadt Yulin stattfindet, hat es im Internet eine Welle der Entrüstung gegeben, bei der viele Stimmen zum Boycott der Veranstaltung aufriefen.
4এমনকি কিছু প্রাণী অধিকার সংরক্ষণ কর্মী এবং পোষা প্রাণী প্রিয় লোক কুকুর খাওয়ার উৎসব বন্ধের আশা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ পিটিশন পেজে আপিল করেছে। খুব অল্প সময়ের মধ্যেই পদক্ষেপটি স্তিমিত হয়ে যায়।Wochen vor dem “Essenskarneval”, bei dem Tausende von Hunden brutal geschlachtet und in Restaurants in der ganzen Stadt serviert werden, wandten sich einige Tierliebhaber und Haustierbesitzer sogar an die Petitionsseite des Weißen Hauses in der Hoffnung, das Hundefleischfest verhindern zu können.
5একটি দাপ্তরিক প্রতিক্রিয়া পাওয়ার প্রবেশপথ ছিল ১ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করা, যা পেতে তাঁরা ব্যর্থ হয়।Die Aktion [en] führte jedoch nicht weit, da die für eine offizielle Antwort benötigten 100.000 Unterschriften nicht erreicht wurden.
6ছয় মিলিয়ন লোকের এই শহরটিতে অনেক অধিবাসীর জন্য কুকুরের মাংস খাওয়া একটি উত্তর-অয়নান্ত প্রথা।Ein Festmahl mit Hundefleisch ist für viele der sechs Millionen Einwohner der Stadt eine Tradition zur Sommersonnenwende.
7এর জনপ্রিয়তা সম্পর্কে ধারনা পাওয়া যায় একটি আঞ্চলিক প্রবাদ থেকে - “কুকুরের মাংসের সুবাস এতোটাই আকর্ষণীয় যে স্রষ্টাও বেশিক্ষণ দূরে থাকতে পারেন না”।Die Popularität dieser Tradition lässt sich am besten durch folgendes regionales Sprichwort beschreiben: “Der Geruch von Hundefleisch ist so stark, dass nicht einmal Gott ihm zu widerstehen vermag”.
8স্থানীয়রা বিশ্বাস করে এই সুস্বাদু খাবার খেলে শক্তি ও বল পাওয়া যায়।Die Einheimischen glauben, die Delikatesse verleihe dem Essenden Kraft und Energie.
9ইউলিনে রান্নার জন্য আনা কুকুর (খোলা উৎস) অতীতে কুকুরের মাংস ভক্ষণের প্রথাটিকে বাঁধা দেয়ার চেষ্টা সফলকাম হয়েছে।In der Vergangenheit hat es bereits erfolgreiche Bemühungen gegeben, den traditionellen Verzehr von Hundefleisch einzudämmen.
10চীনের পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশের জিনহুয়া শহরে কুকুরের মাংস উৎসবের ৬০০ বছরের পুরনো প্রথাটিকে বন্ধ করতে একটি অনলাইন প্রচারাভিযান স্থানীয় সরকারকে চাপ দেয়।2011 zwang eine Online-Kampagne die lokale Regierung in Jinhua in der ostchinesischen Provinz Zhejiang, die 600 Jahre alte Tradition zu beenden.
11যেভাবেই হোক, সেই ধারাবাহিকতায় ইয়ুলিনের জন্য একটি পরিবর্তন দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে।Für den Verzehr bestimmte Hunde ( Open Source) Für Yulin ist jedoch kaum eine Veränderung in Sicht.
12একটি হিসাব অনুযায়ী শহরটিতে উৎসবের সময় প্রতি বছর ১০ হাজার কুকুর হত্যা করা হয়।Schätzungen zufolge werden in der Stadt während des Fests jedes Jahr 10.000 Hunde getötet.
13এর বেশির ভাগ কুকুর পিটিয়ে মারা, চামড়া আলগা এবং তাৎক্ষনিকভাবে সে জায়গায় রান্না করার বিষয়টি প্রাণী সংরক্ষন গ্রুপগুলোকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলেছে।Sie werden erschlagen, zerteilt und sofort gekocht. Diese Praxis hat Tierschutzgruppen auf den Plan gerufen, welche die Tradition entschieden ablehnen [en] und sie als unmenschlich und unsicher erachten.
14এই গ্রুপগুলো এ ধরণের অমানবিক এবং অনিরাপদ প্রথাকে বর্জন করেছে। প্রচার মাধ্যমের রিপোর্টগুলো আরো বলেছে বেশিরভাগ পথ হারিয়ে ফেলা পোষা কুকুর সংগ্রহ করা হয় অথবা পালকদের কাছ থেকে প্রতারণা করে নেওয়া হয়।Medienberichten [en] zufolge handelt es sich um streunende oder sogar entführte Hunde, die für gewöhnlich in sehr beengten Verhältnissen gehalten werden, sodass sich Krankheiten leicht unter den ihnen ausbreiten.
15এরপর সেসব কুকুরকে সাধারণত এমন আবদ্ধ অবস্থায় রাখা হয়, যেখানে কুকুরগুলোর মধ্যে সহজেই রোগ বালাই ছড়িয়ে পডার সম্ভাবনা থাকে।Während viele Netizens im Internet ihren Ekel vor dieser Praxis ausdrückten, verteidigten viele Einheimische ihren Brauch und die Kultur des Hunde-Essens.
16যখন একটি বিরাট সংখ্যক ইন্টারনেটবাসী প্রথাটির ওপর তাঁদের বিরক্তি প্রকাশ করতে ইন্টারনেটকে বেছে নিয়েছে তখন বেশ কিছু স্থানীয় লোক তাঁদের রীতি এবং কুকুর-ভক্ষণ সংস্কৃতিকে রক্ষা করছে।Die staatliche Nachrichtenagentur Xinhua zitiert [zh] einen Einheimischen: “Hundefleisch zu essen, ist eine Essgewohnheit in unserer Gesellschaft. Es ist nicht illegal und hat nichts mit Moralität zu tun.”
17রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য মতে, একজন স্থানীয় লোক উদ্ধৃতি দিয়ে বলেছে, “কুকুরের মাংস খাওয়া সমাজের একটি খাদ্যাভ্যাস, এটি অবৈধ নয় এবং নৈতিক দিক থেকে কিছু করার নেই”।Der heftige Streit über den Verzehr von Hundefleisch findet vor dem Hintergrund der zunehmenden Anzahl von Haustierbesitzern in China statt.
18পোষ্য মালিকানা বৃদ্ধি এবং এর বিপরীতে কুকুর-ভক্ষণের ওপর অনলাইনে একটি জোড়ালো ঝগড়া জায়গা করে নিয়েছে।Die Debatte unterstreicht außerdem das wachsende Bewusstsein für Tierrechte in der Öffentlichkeit.
19এটি সাধারণ জনগণের মাঝে প্রাণী অধিকার সম্পর্কে ব্যাপক সচেতনতাও বাড়িয়েছে।Yang Yiyan klagte [zh] auf der populären chinesischen Mikroblogging-Seite Sina Weibo:
20জনপ্রিয় চীনা মাইক্রোব্লগিং সাইট সিনা ওয়েইবোতে ইয়াং ইয়ান দুঃখ প্রকাশ করে বলেছেনঃWir brauchen keinen so primitiven und ekelhaften Brauch und keine solche Kultur!
21এ ধরণের নীচ এবং জঘন্য আঞ্চলিক রীতি ও সংস্কৃতির আমাদের প্রয়োজন নেই!Ich bin entschieden dafür, das “Litschi-Hundefleisch-Fest” in Yulin, Shaanxi abzusagen!!
22গুয়াংঝি ইয়ুলিন [লিঝি কুকুর মাংস উৎসব] বাতিল করাকে আমি সর্বাত্নকভাবে সমর্থন করি!!Genauso sieht es auch Zhang Kexin, der schrieb [zh]:
23একই আবেগ প্রতিধ্বনিত করে ঝেং কেজিন লিখেছেনঃHeute, am 21.
24আজ ২১ জুন, ২০১৩, গুয়াংঝি ইয়ুলিনে “লিঝি কুকুর মাংস উৎসব” পালিত হবে।Juni 2012, findet in Yulin, Shaanxi das “Litschi-Hundefleisch-Fest” statt.
25এতে উল্লেখযোগ্য সংখ্যক কুকুরকে প্রহার করা হবে ও মারা হবে!Eine enorme Anzahl von Hunden wird dafür gequält und getötet.
26এগুলো আঞ্চলিক রন্ধনশালার পরিনত হবে……; আমরা কি করেছি ?Sie werden zu Spezialitäten der lokalen Küche verarbeitet und was haben wir getan?
27আমরা [এটা বন্ধ করতে] কিছুই করিনি ?Wir haben nichts [dagegen] getan.
28সভ্যতা, নৈতিকতা, দয়া, জীবনের মূল্য কী আমাদের কাছে আছে নাকি অনেক দূরে চলে গেছে ?Zivilisation, Moral, Güte, Wertschätzung des Lebens - sind uns diese Konzepte nah oder weit von uns entfernt?
29চলুন, আমরা স্মরণ করি - একটি বেপরোয়া হত্যা-কান্ড ও রক্তাক্ত দিন এবং পাপপূর্ণ শহর!!!Wir müssen uns folgendes vor Augen halten: ein Massaker, ein blutiger Tag und eine Stadt voller Sünde!!!
30ঐতিহ্য পালনের জন্য যে কুকুরগুলোকে হত্যা করা হবে সেগুলোর প্রতি দুঃখ প্রকাশ করে মেইরি মাওগো ইউই বলেছেনঃMeiri Maogou Youyue trauerte [zh] um die Hunde, die für die Tradition getötet werden: Der 21.
31আজ ২১ জুন, #ইয়ুলিন লিঝি কুকুর মাংস উৎসবটি আজ শুরু হচ্ছে।Juni, heute ist der Tag. Das Litschi-Hundefleisch-Fest von Yulin beginnt heute.
32কয়েক হাজার জীবন আজ নৃশংসভাবে জবাই করা হবে!Tausende Leben werden heute brutal ausgelöscht!
33ভালোবাসা বিহীন ইয়ুলিন শহরটি রক্তে প্লাবিত হবে!Yulin, die Stadt ohne Liebe wird von Blut überschwemmt werden!
34ইয়ুলিনের “ভালো সুনামটি” সারা বিশ্ব জানবে!Der “gute Ruf” der Stadt wird sich auf der ganzen Welt verbreiten!
35আজ যে কয়েক হাজার কুকুর মারা হবে তার জন্য মোমবাতি জ্বালানো ছাড়া আমরা আর কিছুই করবো না।Wir werden heute nichts anderes tun als Kerzen für die Hunde anzuzünden, die heute getötet werden
36কিন্তু জিয়াওইং টংঝু বিষয়টিকে অতি সূক্ষ্ম তারতম্য খুঁজে পেয়েছেন। তিনি লিখেছেন, কুকুরের মাংস ভক্ষণ খারাপ নয় তবে আমানবিক জবাই পদ্ধতিটি খারাপঃDoch Xiaoying Tongxue hat eine differenziertere Sicht, wenn er schreibt [zh], dass nicht zwangsläufig der Verzehr des Hundefleisches an sich zu verurteilen sei, sondern die damit verbundenen unmenschlichen Praktiken:
37আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি কুকুরের মাংস খাবো না, কিন্তু যারা খায় আমি তাঁদের সমালোচনা করবো না। প্রত্যেকেরই নিজস্ব পছন্দ অপছন্দ আছে।Ich bin fest entschlossen, niemals Hundefleisch zu essen, doch ich werde auch nie diejenigen verurteilen, die dies tun, denn jeder hat seine Vorlieben.
38যেহেতু আপনি আইন ভঙ্গ করছেন না সেহেতু এটা [কুকুরের মাংস ভক্ষণ] ঠিক নয় তা বলতে পারেন না। [আমি শুধুমাত্র] এটা আশা করি আরো মানবিক উপায়ে কুকুরগুলোকে জবাই করা হবে।Solange das Gesetz nicht gebrochen wird, kann man nicht behaupten, es sei falsch Hundefleisch zu essen, ich hoffe nur, dass das Schlachten der Hunde in Zukunft weniger brutal und dafür tiergerechter sein wird.