Sentence alignment for gv-ben-20100617-11329.xml (html) - gv-deu-20100612-2010.xml (html)

#bendeu
1পেরু: দুর থেকে বিশ্বকাপের খেলা দেখাPeru: Aus der Ferne die WM gucken
2অনেক বছর ধরে পেরুবাসীরা ফিফা ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তাদের জাতীয় ফুটবল দলকে খেলতে দেখেনি; ঠিক ২৮ বছর আগে পেরু শেষবারের মত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলেছিল, তার মানে পরপর সাতটি বিশ্বকাপ পার হয়ে গেছে।Es sind viele Jahre vergangen, seit die Peruaner ihre Nationalmannschaft bei einer FIFA Weltmeisterschaft gesehen haben. 28 Jahre, um genau zu sein.
3তা সত্ত্বেও এখনো পেরুতে ফুটবল সকল খেলার রাজা।Das sind 7 Weltmeisterschaften - trotzdem ist Fußball in Peru noch immer der König unter den Sportarten.
4পেরুর শিশুরা ব্যারিও ডে বেলেন-এর রাস্তায় ফুটবল খেলছে।Peruanische Kinder spielen Straßenfußball in Barrio de Belén.
5ছবি ফ্লিকার ব্যবহারকারী জর্জ ডেলপার্ডোর এবং এটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ‌আওতায় ব্যবহার করা হয়েছে।Bild von Flickr Nutzer Jorge. Delprado und genutzt unter einer Creative Commons Lizenz.
6বিশ্বকাপ ফুটবলে অংশ না নিয়ে বাইরে থেকে ফুটবল খেলা দেখার বিষয়ে পেরুর ফুটবল ভক্তরা কি বলছে আসুন সেই কথাগুলো শুনি।Wir haben uns angesehen, was peruanische Fußballfans über die Spiele aus der Ferne zu sagen haben.
7ব্লগ ফুটবল ডেসাদে আয়াকুচো [স্প্যানিশ ভাষায়] একটি পোস্ট লিখেছে যার শিরোনাম “! ইয়া কে ভিভা এল মুন্ডিয়াল সুডাফ্রিকি ২০১০!”Das Blog Fútbol desde Ayacucho [es] hat einen Artikel mit dem Titel ¡Y que viva el Mundial Sudáfrica 2010!
8[স্প্যানিশ ভাষায়] ( দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপ-২০১০ দীর্ঘজীবী হউক!):[es] (Lang lebe die Weltmeisterschaft in Südafrika 2010):
9বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠানের শুরু থেকে আমরা আর মাত্র কয়েক ঘন্টা দুরে: দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপ ২০১০।In wenigen Stunden beginnt das größte Sport-Event der Welt: Die Südafrika 2010 Weltmeisterschaft.
10এটি হবে এমন এক অনুষ্ঠান, যেখানে সারা বিশ্বের লোকেরা যুক্ত থাকবে, যদিও পেরু এই প্রতিযোগিতায় সরাসরি উপস্থিত থাকবে না, তারপরেও যারা আমাদের মত ফুটবল ভালোবাসে, তারা এখনো এই প্রতিযোগিতার খেলা টিভিতে দেখব এবং সেগুলোকে আমাদের সকল অভিজ্ঞতায় মূল্যায়ন করব, দুরের এই দেশটি থেকে, এবং তার সাথে উল্লাস ধ্বনি দেব, যা ঘটবে, ওই সমস্ত দেশের জন্য, যারা বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিত্ব করছে এবং মহাদেশের গৌরব রক্ষার জন্য লড়ছে ।Die ganze Welt wird teilnehmen, und obwohl Peru nicht vertreten ist, können die Fans guten Fußballs unter uns die Spiele im Fernsehen genießen - mit all den Eindrücken aus diesem fernen Land. Sie werden die Mannschaften anfeuern, die den Südamerikanischen Fußball repräsentieren.
11দক্ষিণের মানকেগুয়ারর শহর ইলো থেকে পিপিগোল এক মূহূর্তে গৃহবধূদের জন্য উৎসর্গ করেছে [স্প্যানিশ ভাষায়]: :In Ilo, Moquegua, widmet sich PPGOL [es] den Hausfrauen:
12আজ থেকে আমাদের গৃহবধূদের মাথাব্যথা শুরু হবে; যদি তারা খুব সৌভাগ্যবান হয় তাহলে তাদের ঘরে অন্য একটা টিভি থাকবে, সেক্ষেত্রে বিষয়টি অতি উত্তম।Heute beginnen die Kopfschmerzen der Hausfrauen; Glück haben die, die noch einen zweiten Fernseher zuhause haben: Sie können dort einfach ihre Seifenopern sehen.
13তা হলে তারা সহজেই তাদের প্রিয় সোপ অপেরা বা ধারাবাহিক নাটকগুলো দেখতে পারবে। অন্যথায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার অনুসারীর দ্বারা তারা উদ্বাস্তু (টিভির ঘর থেকে) এবং উপদ্রবের শিকার হতে পারে, যারা এক মাস ধরে ফুটবল এবং কেবল ফুটবল খেলা দেখবে; এমন এক খেলা যা ফিফার জন্য প্রচুর টাকা আয়ের ব্যবস্থা করে দেয়।Ansonsten werden sie verdrängt werden von den Anhängern des beliebtesten Sports auf diesem Planeten, die einen Monat lang Fußball sehen werden, und zwar nur Fußball; Ein Sport, der sehr viel Geld für die FIFA einnimmt.
14ব্লগ টিয়েম্পো এক্সট্রার [স্প্যানিশ ভাষায়] ওমার ভেলারডে আলোচনা করেছে বিশ্বকাপের গানগুলো, যে সমস্ত খেলোয়াড়েরা ১০ নম্বর পোশাক পরেছে ইথ্যাদি বিষয় নিয়ে এবং সবচেয়ে দামি দল এবং তথাকথিত জনপ্রিয় দলগুলোর সম্বন্ধে বিশ্লেষণ করেছে।Omar Velarde analysiert bei Tiempo extra [es] die WM-Songs, die Spieler mit der Nummer 10, die teuersten Teams und die so genannten Favoriten.
15সে তার পোস্টের লেখা শেষ করেছে আহত আফ্রিকার খেলোয়াড়দের নিয়ে::Er schließt mit den verletzten afrikanischen Spielern:
16বলা যায়, জাতীয় দলগুলোর খেলোয়াড়রা সবচেয়ে বেশি আহত আফ্রিকার ফুটবলাররা।Nichtsdestoweniger haben die afrikanischen Teams mehr Verletzte.
17ঘানা দেখতে পাচ্ছে তার সবচেয়ে সেরা খেলোয়াড় মাইকেল এসিয়েন, আহত হয়ে দলের বাইরে। এদিকে যথারীতি দিদিয়ের দ্রগবাও সম্প্রতি আহত হয়েছে, জাপানের সাথে আজকের খেলায় যার হাতের আলনা (কনুই থেকে কব্জি পর্যন্ত হাতের দুইটি অস্থির যেটি ভিতরের দিকে অবস্থিত) ভেঙ্গে গেছে।Ghama muss auf seinen besten Spieler Michael Essien verzichten, ebenso wie auf den kürzlich verletzten Didier Drogba, dessen Elle heute im Spiel gegen Japan gebrochen ist.
18ব্লগ ফুলবিটো ইয়া ফুলভাসো [স্প্যানিশ] বিশ্বকাপে নিরাপত্তার বিষয়টি উত্থাপন করছে, সে বলছে::Das Blog Fulbito y fullvaso [es] kommt auf die Sicherheit zu sprechen:
19বিশ্বকাপে সবচেয়ে বড় শঙ্কা হচ্ছে নিরাপত্তার অভাব এবং বৃহস্পতিবার নিরাপত্তাহীনতার তিনটি সংবাদ জানা গেছে, যা এক সতর্ক সঙ্কেত প্রদান করছে।Aber die größte Sorge ist bei dieser WM die Sicherheit, und am Donnerstag wurde von drei Zwischenfällen berichtet, die Alarm ausgelöst hatten
20মঙ্গরবারে জোহানেসবার্গে চার জন চীনা সংবাদিক ছিনতাইয়ের শিকার হয়, আগ্নেয়াস্ত্র নিয়ে একদল লোক তাদের গাড়ির উপর হামলা চালায়।Vier chinesische Journalisten wurden in Johannesburg ausgeraubt, von Männern, die mit Schusswaffen ihr Auto angriffen.
21ছিনতাইকারীরা তাদের টাকা এবং ক্যামেরা নিয়ে যায়। এশিয়ার এই দেশটির সংবাদ মাধ্যম এই তথ্য পরিবেশন করে।Sie nahmen Geld und die Kamera weg, wie die asiatische Presse berichtete.
22এছাড়াও মঙ্গলবারে শহরের মিলনায়তনে (সিটি হল) ভীড়ে ভর্তি একদল লোক ঢোকার সময় সেখানে তিনজন ব্যক্তি আহত হয়েছে যাদের মধ্যে একজন জমি কেনা বেচার দালালও বা ছিল। বিশ্বকাপ উপলক্ষে শহরে একটি ‘ফান পার্ক' (বিনোদন উদ্যান) চালু করার জন্য সেখানে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল।Drei Menschen, unter ihnen ein Angestellter der Stadt wurden am Donnerstag von einer Menschengruppe verletzt, die versuchte in das Rathaus zu kommen, wo die Stadt einen “Fan Park” für die WM eröffnete.
23তবে এই একটি মাস জুড়ে সব জায়গায় থাকবে ফুটবল এবং ফুটবল ছাড়া আর কোন আলোচনাই থাকবে না।Es wird ein Monat sein voller Fußball, und nichts anderes.
24এবং নিশ্চিত করে বলা পুরো মাস জুড়ে ফুটবল সমর্থকরা উল্লসিত থাকবে।Und die Fußballfans wird das sicher freuen.
25পেরু থেকে আমরা বলতে পারি: সেরাদেরই জয় হোক।Viele Grüße aus Peru: Möge das beste Team gewinnen.