Sentence alignment for gv-ben-20140524-43370.xml (html) - gv-deu-20140523-21313.xml (html)

#bendeu
1ছয় জন যুবককে কারাগারে পাঠাল “হ্যাপি” ভিডিওDas “Happy”-Video, für das sechs junge Menschen ins Gefängnis kamen
2তেহরানে সুখ ভিডিওটির একটি স্ক্রিনশট।Ein Screenshot der “Glücklichen” des Teheran-Videos.
3ফ্যারেল উইলিয়ামসের গাওয়া গান “হ্যাপি” এর মিউজিক ভিডিও দ্বারা অনুপ্রাণিত হয়ে তেহরানের ছয় জন ইরানি যুবক একটি নাচের ভিডিও তৈরি করে।Sechs Iraner bezahlten einen hohen Preis dafür, dass sie dem weltweiten Trend folgten und ein eigenes Tanzvideo in Teheran drehten, das durch das Musikvideo des Liedes “Happy” von Pharrell Williams inspiriert worden war.
4তবে ভিডিও তৈরির এই বিশ্বব্যাপী প্রবণতায় যোগ দেওয়ার জন্য তাঁদের বেশ উচ্চ মূল্য দিতে হয়।Heute wurde alle, bis auf einen der jungen Leute, aus der Haft entlassen [en], nachdem die iranischen Behörden sie am 20. Mai inhaftiert hatten.
5ইরানি কর্তৃপক্ষ ঘোষণা করে, গত ২০ মে তারিখে তাঁদের গ্রেপ্তার করা হয়। ২২শে মে বৃহস্পতিবার এই তরুণদের মধ্যে একজন ছাড়া বাকী সবাইকে মুক্তি দেওয়া হয়েছে।Mit der Twitterkampagne #FreeHappyIranians füllen iranische Netzbürger das Internet mit Twitternachtrichten, in denen sie ihre Wut und Enttäuschung zum Ausdruck bringen.
6এ সম্পর্কিত #ফ্রিহ্যাপিইরানিয়ান্স নামের একটি টুইটার প্রচারাভিযানে ইরানের নেটিজেনরা টুইটারে তাদের ক্ষোভ এবং হতাশা প্রকাশ ব্যক্ত করে টুইটের প্লাবন বইয়ে দিয়েছেন।
7ব্যাপারটি উপেক্ষা করা এতোটাই একটা কঠিন ছিল যে মধ্যপন্থী ইরানের প্রেসিডেন্ট টুইটারে একটি মতামত দিয়ে এর সাথে তিনি একমত প্রকাশ করেছেন (হাস্যকর ভাবে, টুইটার এখনও ইরানে নিষিদ্ধ)।Die Aufregung dazu war so groß und kaum zu ignorieren, dass sich selbst der moderate, iranische Präsident mit seiner Meinung in die Twitterdebatte einschaltete (paradoxerweise ist Twitter im Iran immer noch gesperrt).
8“#সুখ আমাদের জনগণের অধিকার।Glücklich zu sein ist ein Recht unseres Volkes.
9আনন্দের কারণে সৃষ্ট কোন আচরণে আমাদের খুব বেশি শক্ত হওয়া উচিত নয়” ২৯/০৬/২০১৩Wir sollten nicht so hart sein [im Umgang mit] Verhalten, das aus Freude hervorgeht.
10যে ভিডিওর কারণে “হ্যাপি” ইরানীদের গ্রেপ্তার করা হয়েছে তা এখানে রয়েছে।Hier ist das Video, das zur Inhaftierung der “glücklichen” Iraner geführt hatte.
11অনুষ্ঠানটি অবশ্যই চলবেDie Show muss weitergehen
12ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সান্ধ্য সংবাদ সম্প্রচারে মুখোমুখি হওয়ার পাশাপাশি তেহরানের পুলিশ প্রধান হোসেন সাজেদিনিয়ার সাথেও দলটিকে দেখা করতে বাধ্য করা হয়।Die Gruppe wurde gezwungen, bei der abendlichen Nachrichtensendung des iranischen Staatsfernsehens aufzutreten [en], Seite an Seite mit dem Polizeipräsidenten Teherans, Hossein Sajedinia.
13তারা স্বীকার করেছে, বেনামি একজন নারী এবং পুরুষকে ভিডিও ক্লিপটিতে প্রদর্শনের মাধ্যমে তাঁদের প্রতারিত করা হচ্ছে।Sie gestanden öffentlich, sie seien getäuscht und von einem unbenannten Mann und einer Frau dazu verleitet worden, in dem Videoclip mitzuspielen.
14https://www.youtube.com/watch?https://www.youtube.com/watch?
15v=N5jyIR3NdjEv=N5jyIR3NdjE
16গ্রেফতারকৃত ইরানিরা বলছেন, ভিডিও ফুটেজে তাঁদের সাথে প্রতারণা করা হয়েছে।In dem Nachrichtenbeitrag sagen die inhaftierten Iraner aus, sie seien “betrogen” worden.
17ব্যক্তিগত উদ্দেশে তাঁরা ভিডিওটি তৈরি করেছেন। কোনভাবেই সেটা প্রকাশ্যে শেয়ার করার উদ্দেশ্যে নয়।Das Video sei zu privaten Zwecken erstellt worden und es sei nicht die Absicht gewesen, es zu veröffentlichen.
18সুখ কি একটা অপরাধ ?Ist Glück ein Verbrechen?
19মেহরিরান টুইট করেছেনঃMehriran twittert [en]:
20আপনি আমাদের সুখী হওয়া থেকে নিবৃত করতে পারবেন না।Ihr könnt uns nicht davon abhalten, glücklich zu sein.
21শিমা কাল্বাসি টুইট করেছেনঃSheema Kalbasi twittert [en]:
22#শরিয়াআইনঃ নম্রতা, দু:খ, মারামারি, মৃত্যুদন্ড, নিপীড়নের সংস্কৃতি!Schariagesetz: Kultur der Erniedrigung, des Leids, der Prügelstrafe, der Exekutionen, der Unterdrückung!
23সুখ একটা অপরাধ!Glück ist ein Verbrechen!
24পটকিন আজারমেহার টুইট করেছেনঃPotkin Azarmehr twittert [en]:
25ইসলামী বিপ্লবের ৩৫ বছর পরে, সুখী মানুষের একটি সুখী দেশে সুখ একটা অপরাধ হয়ে ওঠে।35 Jahre nach der islamischen Revolution ist Glück ein Verbrechen geworden in einem glücklichen Land mit glücklichen Menschen :(