# | ben | deu |
---|
1 | মেক্সিকো: জেল থেকে লেখা | Mexiko: Schreiben aus dem Gefängnis |
2 | এনরিকে আরান্দা ওচোয়া আপনার সাধারণ মানের মেক্সিকান লেখক নন: ১৯৯৭ সালে এনরিকেকে অপহরণের অভিযোগে গ্রেফতার করে ৫০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। | Enrique Aranda Ochoa ist kein gewöhnlicher mexikanischer Schriftsteller: er wurde 1997 inhaftiert und wegen Entführung zu 50 Jahren Gefängnis verurteilt. |
3 | তবে এটা এই প্রখ্যাত মনোবিদের সাহিত্যের প্রতি ঝোঁক থামিয়ে দিতে পারেনি। | Diese Tatsache hat den bekannten Psychologen jedoch nicht daran gehindert, seiner Leidenschaft für die Literatur treu zu bleiben. |
4 | এনরিকে বিভিন্ন জাতীয় সাহিত্য পুরস্কার পেয়েছেন এবং ইতিমধ্যে ছয়টি উপন্যাস লিখেছেন। | Enrique ist Träger mehrerer mexikanischer Literaturpreise und hat bereits sechs Romane geschrieben. |
5 | এবার তিনি মায়াদের রহস্যের প্রতি মনযোগ দিয়েছেন তার বই “এল ফিন দে লোস দিয়াস” (আমাদের সময়ের শেষ) [স্প্যানিশ ভাষায়]-এ যেটা অনলাইনে [স্প্যানিশ ভাষায়] কেনার জন্যে একটি ইলেক্ট্রনিক ফরম্যাটে পাওয়া যাচ্ছে। | Jetzt konzentriert er sich in seinem neuen Buch “El fin de los dias” [es] auf die Mysterien der Maya. Das Werk ist als E-Book online [es] verfügbar. |
6 | রাজনৈতিক জীব [স্প্যানিশ ভাষায়] থেকে ব্লগার গাব্রিয়েলা গুতিয়েররেজ এম্মে জেলে লেখকের কার্যক্রম বর্ণনা করেছেন: | Die Bloggerin Gabriela Gutierrez M. von Animal Político [es] beschreibt das Wirken des Schriftstellers im Gefängnis: |
7 | তিনি কথা বলতে আগ্রহী, তার কথায় বিভিন্ন বিষয় এসে পড়ে। | Weil er so gesprächshungrig ist, drängen sich die Themen zwischen seinen Worten. |
8 | উদাহরণস্বরূপ, তিনি সূর্য সম্পর্কে কথা বলা শুরু করতে পারেন এবং শেষ করতে পারেন যোগব্যায়াম দিয়ে, যেটা তিনি জেলের মধ্যে শেখাচ্ছেন। | Er beginnt zum Beispiel von der Sonne zu sprechen und landet dann beim Yoga, einer Disziplin, die er auch im Gefängnis unterrichtet. |
9 | তার সাথে একবার কথোপকথন একটি লাইব্রেরিতে যাওয়ার সমতূল্য, যার পরে আপনি সাহিত্য পড়ার একটি অসাধারণ তালিকা পেয়ে যাবেন। | Ein Gespräch mit ihm ist wie der Besuch in einer Bibliothek, nach dem man eine Liste mit zu lesenden Büchern in der Hand hält. |
10 | তার সর্বশেষ সুপারিশ হলেন কিউবার জোয়াকুইন মারিয়া মাচাদো দে অ্যাসিস। | Seine letzte Empfehlung war der Kubaner Joaquín María Machado de Assis. |
11 | ছবি শাটারস্টকের মাধ্যমে, কপিস্বত্ত্ব স্টিভ স্নোডেন | Foto von Shutterstock, alle Rechte vorbehalten von Steve Snowden. |
12 | এনরিকে সরাসরি জেল থেকে যেসব গ্রন্থ লিখে পুরস্কার পেয়েছেন সেগুলোর উল্লেখ করে গাব্রিয়েলা তার ব্লগপোস্ট চালিয়ে যান [স্প্যানিশ ভাষায়]: | In den folgenden Absätzen ihres Posts [es] nennt Gabriela die Preise, die Enrique mit seinen im Gefängnis entstandenen Texten gewonnen hat: |
13 | সরাসরি কারাগার থেকে এনরিকে আরান্দা কোনাকুলতা-ইএন্নেবেআ (ইন্সতিতিউতো ন্যাসিওলা দে বেলাস আর্তেস- জাতীয় চারুকলা ইন্সটিটিউট) প্রদত্ত জাতীয় কবিতা পুরস্কার “সালভাদর দিয়াজ মিরন” পেয়েছেন তিনবার (১৯৯৮, ২০০১ এবং ২০০৮ সালে।) এছাড়াও তিনি ঐ একই প্রতিষ্ঠানের দেয়া জাতীয় ছোট গল্প পুরস্কার হোসে রেভুয়েলতাস লাভ করেছেন দুইবার (২০০৩ এবং ২০০৮ সালে।। | Vom Gefängnis aus erhielt Enrique Aranda drei Mal den Nationalen Preis für Poesie “Salvador Díaz Mirón” (1998, 2001 und 2008), der vom Mexikanischen Rat für Kultur und Kunst (Conaculta) und dem Mexikanischen Institut für Schöne Künste (INBA) verliehen wird. Außerdem bekam er zwei Mal (2003 und 2008) von denselben Institutionen den Nationalen Erzählpreis “José Revueltas”. |
14 | ইএন্নেবেআ থেকে তিনি সাম্প্রতিকতম স্বীকৃতি পেয়েছেন পাঠভ্যাস প্রচারণার পুরস্কার দেওয়ার “মেক্সিকো লি (মেক্সিকোর পঠন) ২০১১” প্রতিযোগীতায় জেলের ভিতরে বইপড়া ক্লাব তৈরি জন্যে। | Die jüngste Anerkennung empfing er vom INBA bei dem Wettbewerb “Mexiko liest 2011” für den von ihm initiierten Lektüreclub im Gefängnis, dieser Preis wird für die Leseförderung verliehen. |
15 | আগে ছিল মেক্সিকো সিটির সাংস্কৃতিক প্রতিষ্ঠান, আর এখন, সংস্কৃতি মন্ত্রণালয় দিয়েছে প্রায় ৮০০ বই [ক্লাবটির জন্যে]: “আমি যখন তাদের কল করলাম তারা এটাকে সরকারী মনে করেছিল। | Das Kulturinstitut von Mexiko-Stadt, heute Kulturverwaltung, stellte ihm die fast 800 Bücher zur Verfügung: “Als ich dort anrief, glaubten sie zuerst, ich sei ein Beamter. |
16 | যখন তাদের বললাম যে আমি একজন বন্দী, তারা উত্তেজিত হয়েছিল”, তিনি বলেছেন। | Als ich sagte, dass ich ein Gefangener sei, waren sie gerührt”, erzählt er. |
17 | এই প্রকল্পের লক্ষ্য হলো কারাবন্দীদের “বাইরের দুনিয়া সফরের জন্যে তা্দের কাঙ্ক্ষিত একটি টিকেট প্রদান।” | Die Mission dieses Projekts war es, den Inhaftierten “ein Ticket für eine Tour durch die ersehnte Außenwelt” zu geben. |
18 | মেক্সিকোর ম্যাগাজিন প্রোসেসো (প্রক্রিয়া) [স্প্যানিশ ভাষায়] তাদের ওয়েবসাইটে তার উপর একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে যেখানে তারা অপহরণের জন্যে তার রায়ের অনিয়ম সম্পর্কে উল্লেখ করেছে: | Die Website der mexikanischen Zeitschrift Proceso veröffentlichte einen Artikel über seinen Fall, in dem von den Unregelmäßigkeiten bei der Anklage wegen Entführung gegen ihn berichtet wird: |
19 | এনরিকে সবসময় সন্দেহ করেন যে জনগণের ফোরামে রাজনৈতিক কর্মকাণ্ডের - সামাজিক কারণের প্রতি সংহতি যেমন জাপাতিস্তা (মেক্সিকো রাস্ট্রবিরোধী মূলতঃ আদিবাসীভিত্তিক সশস্ত্র সমাজতান্ত্রিক আন্দোলন) এবং (মার্কিন নেতৃত্বাধীন) নাফটা'র (উত্তর আমেরিকার মুক্ত-বাণিজ্য চুক্তি) বিরুদ্ধে একজন এক্টিভিস্ট হিসেবে অংশগ্রহণের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। | Enrique vermutete immer, dass seine Festnahme aufgrund seiner politischen Aktivitäten in verschiedenen öffentlichen Foren erfolgte, weil er sich mit sozialen Themen solidarisierte, wie zum Beispiel mit dem der Zapatisten, weil er sich als Aktivist gegen das Freihandelsabkommen engagierte. |
20 | এ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এর ২০০৩ সালের রিপোর্টে এই বিষয়টি তুলে ধরেছিল: অন্যায় বিচার: বিচার প্রশাসণের নির্যাতন (এআই সূচক: এএমআর ৪১/০০৭/২০০৩/), (লেখকদের বিশ্ব সংগঠন) পেন ক্লাবের সভাপতি ইউজিন শাল্গে ২০০৬ সালে তাকে পরিদর্শন করেন; এছাড়াও মানবাধিকারের জন্যে আইনজীবীদের কমিটি তাদের পক্ষাবলম্বন করেন, এবং তাকে নির্যাতন এবং তার আইনি নিশ্চয়তা লংঘনের কারণে কেন্দ্রীয় অঞ্চলের (মেক্সিকো সিটি) মানবাধিকার কমিশন একটি সুপারিশ ১২/০২ জারি করে। | Sein Fall wurde auch im Jahresbericht von Amnestie International von 2003 dargelegt: Ungerechte Urteile: Folter in der Justizverwaltung (Index AI: AMR 41/007/2003/); der Präsident des P.E.N.-Club, Eugene Schoulgin, besuchte sie [Enrique und seinen Bruder Adrián, der ebenfalls verurteilt wurde, Anm. d. Übers. ] im Jahr 2006; auch das Lawyer's Committee for Human Rights setzt sich für sie ein, und die Menschenrechtskommission von Mexiko-Stadt veröffentlichte die Empfehlung 12/02 wegen Folter und Verletzung seiner Rechtsgarantien. |
21 | এনরিকে আরান্দা ওচোয়া আন্তঃ-আমেরিকান মানবাধিকার আদালতে তার মামলাটি নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। | Enrique Aranda Ochoa plant, seinen Fall [es] vor den Interamerikanischen Gerichtshof für Menschenrechte zu bringen. |