Sentence alignment for gv-ben-20121101-32632.xml (html) - gv-deu-20121113-12819.xml (html)

#bendeu
1পুয়ের্তো রিকোঃ অন্যভাবে সন্ধান করাPuerto Rico: Eine andere Art nach oben zu sehen
2এনরিক আরসে নামের একজন পুয়ের্তো রিকীয় রাস্তা শিল্পী (street artist) এবং আলোকচিত্রী, যিনি আসলান নামে পরিচিত। গত ছয় মাসেরও বেশি সময় ধরে তাঁর (@আসলানটুইট ) ইন্সটাগ্রাম এ্যাকাউন্টে “#পারিবা” (উচ্চমুখী) সিরিজের অংশ হিসেবে বিমানের ছবি পোস্ট করে আসছেন।Der puerto-ricanische Straßenkünstler und Fotograf Enrique Arce alias Aslan, (@ASLANTWIT) postet seit über sechs Monaten Fotografien von Flugzeugen im Rahmen seiner Serie “#parriba” (nach Oben) auf seinem Instagram Account.
3প্রকল্পটি একটি “খোঁজার” [স্প্যানিশ] চ্যালেঞ্জ এর মাধ্যমে একটি সম্প্রদায়ের সাথে যুক্ত হতে আগ্রহী, যার বিস্তারিত বর্ণনা তাঁর ব্লগ থেকে জানা যাবে।Das Projekt bezieht die Community durch eine “Schnitzeljagd” [es] mit ein, die in seinem Blog erklärt wird.
4সিরিজ থেকে নির্বাচিত ছবিগুলো টাইলস প্রতি মুদ্রিত এবং আটকানো হয়। এরপর সেগুলো সান জুয়ান শহর জুড়ে বিভিন্ন দালান ও দেয়ালগুলোতে পেরেক দিয়ে এঁটে দেওয়া হয়।Eine Auswahl von Bildern aus der Serie wird ausgedruckt und auf Kacheln geklebt, die dann an Mauern und Gebäuden in San Juan angebracht werden.
5যেসব সৌভাগ্যবান ব্যক্তি প্রথম এই টাইলসগুলোর মধ্যে কোন একটির সন্ধান পাবে এবং এটির অবস্থান জানিয়ে একটি ছবি পাঠিয়ে দিবে আসলানের কাছে, সে পুরস্কার হিসেবে তাঁর নিজের কাছে রাখার জন্য সেই টাইলসটির একটি অনুলিপি পাবে।Diejenigen, die als Erste eine dieser Kacheln entdecken und ein Foto mit Ortsangabe an Aslan schicken, gewinnen eine Kopie der Kachel.
6গ্লোবাল ভয়েসে প্রকাশিত একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে আসলান বলেছেনঃ “প্রথমে আমি কোন নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই এগুলো [ছবিগুলো] সংগ্রহ করতে শুরু করি।In einem Interview [en], das vor Kurzem auf Global Voices veröffentlicht wurde, erklärt Aslan: “Ich habe zunächst ohne besondere Absicht angefangen [die Fotografien] zu sammeln.
7এরপর ততক্ষন পর্যন্ত আমি এই সিরিজের উপর কাজ করার সিদ্ধান্ত নিই নি যতক্ষণ না আমার মনে হয়েছে, এই অনুসন্ধান একটি ভিন্ন ধরণের শিল্পিসুলভ সৃষ্টিতে পরিণত হতে পারে যা লোকের মনোযোগ আকর্ষণ করবে।Erst als ich mich entschlossen hatte an der Serie zu arbeiten wurde mir bewusst, dass sich daraus auf eine andere Art Kunst schaffen lassen könnte, die Aufmerksamkeit erzeugen würde.
8এটা দেখতে খুবই আকর্ষণীয় যে, একটি বিমান খোঁজা এবং তার ছবি (অথবা “পা'রিবা”) তোলার মতো একটি সাধারণ ধারনা কীভাবে অনেক মানুষকে আকর্ষণ করে।”Ich finde es interessant, dass es so simple Ideen wie nach Oben (“p'arriba”) zu sehen und Flugzeuge zu fotografieren sind, die die Menschen ansprechen.”
9নিচে ৬০০ এর অধিক ছবি সম্বলিত বিশাল সিরিজটির মধ্যে আমার প্রিয় দশটি #পারিবা বিমানের ছবি আপনারা দেখতে পাবেন।Unten findet ihr 10 meiner liebsten #parriba Flugzeug-Fotografien aus der gewaltigen Serie - mit bis heute über 600 Fotografien!
10সব ছবি শিল্পীর অনুমতি নিয়ে পুনরায় প্রকাশ করা হয়েছে।Alle Fotos werden mit der Erlaubnis des Künstlers hier veröffentlicht.
11আসলানকে অনুসরণ করুন, যেহেতু তিনি টুইটার ও তাঁর ব্লগের মাধ্যমে আরো ছবি সংগ্রহ করে চলেছেন।Verfolge auf Twitter und in Aslan's Blog [es], wie er seine Foto-Sammlung vergrößert.
12নিচের চিত্রশিল্পগুলো কিছু শিল্পীর অন্যান্য কাজ দেখানোর জন্য এখানে দেওয়া হলো, যেগুলো আসলানের সংগ্রহশালা ক্রিয়েচারাস এন লিম্বো (লিম্বতে সৃষ্ট) থেকে নেয়া হয়েছে।Die folgenden Bilder gehören zu Aslan's Sammlung Creaturas en limbo (Geschöpfe im Limbo) und werden gezeigt um noch einige andere Werke des Künstlers vorzustellen.
13আরো অনেক চিত্রশিল্প পাওয়া যাবে তাঁর ব্লগে।Mehr davon ist auf seinem Blog [es] zu sehen.