Sentence alignment for gv-ben-20140913-44812.xml (html) - gv-deu-20141001-24511.xml (html)

#bendeu
1অস্ট্রেলিয়াঃ আশ্রয় প্রার্থী ইরানি বন্দীর মৃত্যুতে রাত্রি জেগে প্রার্থনাNachtwachen in Australien für einen iranischen Asylsuchenden, der in einem Gefängnis krank wurde und starb
2ইরানি আশ্রয় প্রার্থী হামিদ কেহাজাই ব্রিসবেনের একটি হাসপাতালে ৫ সেপ্টেম্বর, ২০১৪ তারিখ রোজ শুক্রবারে মারা গেছেন।
3তাঁর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, লাইফ সাপোর্ট বন্ধ করে দেয়ার পর তিনি মারা যান।[Alle Links in diesem Artikel führen zu englischsprachigen Webseiten.]
4পাপুয়া নিউগিনির ম্যানাস দ্বীপের উপকূলে সাজা প্রাপ্ত অবস্থায় থাকার সময়ে তিনি রোগে সংক্রমিত হন। এই সংক্রমণ থেকে তিনি পরবর্তীতে সেপটিসিমিয়াতে আক্রান্ত হন।Am Freitag, dem 5. September 2014 starb der iranische Asylsuchende Hamid Kehazaei in einem Krankenhaus in Brisbane nachdem seine Familie entschlossen hatte, den Apparat, der ihn am Leben hielt, auszuschalten.
5সেপটিসিমিয়াতে কিছুদিন রোগ ভোগের পর তাকে “ডাক্তারিভাবে মৃত” ঘোষণা করা হয়। এ ঘটনায় অনেক অস্ট্রেলীয় নাগরিক সমবেদনা এবং ক্রোধের সাথে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।Nachdem er durch eine Infektion an einer Blutvergiftung litt, die er, während er auf Manus Island (Papua New Guinea) verhaftet worden war, bekommen hatte, wurde er ‘gehirntot' erklärt.
6কেউ কেউ তাঁর জন্য ধারাবাহিকভাবে রাত জেগে প্রার্থনাও করেছেন।Viele Australier antworteten mit Mitgefühl oder Zorn und es wurden auch Nachtwachen gehalten.
7যেসব স্থানে তাঁর জন্য রাত জেগে প্রার্থনা করা হয়েছেঃEs gab Nachtwachen in:
8নিউ সাউথ ওয়েলসের সিডনিতে:Sydney, New South Wales
9সিডনীতে ইরানি আশ্রয়প্রার্থী হামিদ কেহাজাই এর জন্য প্রার্থনায় রাত জেগে মোমবাতি প্রজ্বলন। ছবিঃ সারজিও লিয়েভা সিজেলি, সিসি ডেমোটিক্স (৪ সেপ্টেম্বর, ২০১৪)Kerzen-Nachtwache für den iranischen Asylsucher Hamid Kehazaei - Sydney Foto von Sergio Leyva Seiglie, CC Demotix (4 Sep 2014)
10পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থেঃPerth, Western Australia
11হামিদ কেহাজাই এর জন্য রাত জেগে প্রার্থনা করে বলা হয়েছে “জাতির চারপাশে প্রজ্বলিত মোমবাতিগুলো যেন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আশাই জয়ী হয়।”“Die brennenden Kerzen im ganzen Land sollen uns daran erinnern, dass die Hoffnung siegt.”
12#অন্ধকারকেআলোকিতকরNachtwache für Hamid Kehazaei.
13দক্ষিণ অস্ট্রেলিয়ার এডেলেইডেAdelaide, South Australia
14#এডেলেইডে'এর #অন্ধকারকেআলোকিতকর শিরোনামে হ্যাশট্যাগ থেকে নেয়া ছবি।
15@জেগেওঠো পিং বলেছেন, “অন্ধকার দিয়ে অন্ধকারকে দূর করা যায় না, কেবলমাত্র আলোই পারে অন্ধকারকে দূর করতে”।Fotos aus Adelaide #LightTheDark: “Dunkelheit kann keine Dunkelheit vertreiben, nur Licht kann das.”
16হামিদ কেহাজাই'এর জন্য #অন্ধকারকেআলোকিতকর ফেসবুক এ্যালবাম থেকে ছবিটি নেয়া হয়েছে। স্বাগতম কেন্দ্রের স্বেচ্ছাসেবক দিয়াকো ছবিটি পোস্ট করেছেন।Dieses Foto ist aus dem Facebookalbum #LightTheDark für Hamid Kehazaei von einem Freiwilligen, der beim Welcome Centre in Dyako aktiv ist.
17হামিদ কেহাজাই এর জন্য #অন্ধকারকেআলোকিতকর সৌজন্যে: স্বাগতম সেন্টারের স্বেচ্ছাসেবক দিয়াকো (ফেসবুক)#LightTheDark für Hamid Kehazaei Mit freundlicher Genehmigung von einem Freiwilligen des Welcome Centre (Facebook)
18মিশেলা ম্যাকগুয়েরে মাসিক ব্লগে শেয়ার করা তীব্র মনঃকষ্ট প্রকাশ করেছেনঃMichaela McGuire drückte ihren Schmerz auf dem Blog The Monthly aus:
19সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, ২৪ বছর বয়সী ইরানি ছেলে হামিদ কেহাজাইকে ডাক্তারি ভাষায় মৃত্যুর হাত থেকে বাঁচাতে যা যা করা যেতঃ তাকে বাঁচাতে শুধুমাত্র একজোড়া জুতা লাগতো, অথবা কিছু প্রাথমিক চিকিৎসা।Was am traurigsten bei dem Gehirntod des 24-jährigen Iranier Hamid Kehazaei ist, ist, was ihn hätte retten können: Ein paar Schuhe oder erste Hilfe.
20হয়তবা শুধুমাত্র একটি ব্যান্ডেজেই কাজ হয়ে যেত।Vielleicht nur ein einfacher Verband.
21নৌকায় চড়ে তীরে পৌঁছানো একজন সাহায্য প্রার্থীকে চিকিৎসা সেবা প্রদান করার বিষয়টি বেশ বিতর্কিত হয়েছে। টনি এ্যাবোটের নেতৃত্বাধীন বর্তমান সরকার এবং লেবার পার্টির সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড এবং জুলিয়া গিলার্ড সকলের অধীনেই বিষয়টি বেশ বিতর্কিত হয়ে উঠতো।Die Behandlung von Asylsuchenden, die auf Boten nach Australien kommen ist ein sehr kontroverses Thema, sowohl unter der jetzigen konservativen Regierung, angeführt von Tony Abbot, als auch von der vorherigen, angeführt von Kevin Rudd und Julia Gillard.
22ডেভিড লেগে টুইট করেছেনঃDavid Legge twitterte:
23@টনিএ্যাবোটএমএইচআর এবং @স্কটমরিসনএমপি গৃহীত দূরবর্তী কঠোর কারাগার নীতি বিষয়ক ভবিষ্যৎবাণীর ফলাফলই হচ্ছে হামিদ কেহাজাই এর মৃত্যু।
24আশ্রয় প্রার্থী সম্পদ কেন্দ্র এটির দীর্ঘদিনের অবস্থানের পুনরাবৃত্তি ঘটিয়েছেঃHamid Kehazaeis Tod war eine vorhersehbare Folge.
25আমরা #হামিদকেহাজাই'কে ভুলতে পারব না।Harte und realitätsferne Gefängnispolitik.
26আর #আশ্রয়প্রার্থীরা যতক্ষণ পর্যন্ত উপকূলবর্তী অঞ্চলে কারাদন্ড থেকে মুক্তি না পাবেন ততক্ষণ পর্যন্ত আমরা থামব না।Das “Resource Center” für Asylsuchende wiederholte seine seit Langem anhaltende Position:
27#অন্ধকারকেআলোকিতকর অভিবাসন মন্ত্রী স্কট মরিসন ম্যানাস উপকূলে কারাবন্দীদের প্রদান করা স্বাস্থ্য সেবার পক্ষ অবলম্বন করেছেন।#LightTheDark #HamidKehazaei: Wir werden es nicht vergessen und wir werden nicht aufhören, bis Asylsuchende aus küstennahen Gefängnissen sind.
28প্রকাশিত হয়ে পরা এই মর্মান্তিক ঘটনার একটি ইতিবাচক দিক সৃষ্টি হওয়ার আশা ছিলঃMigrationsminister Scott Morrison hat die Gesundheitsfürsorge für Gefangene auf Manus unterstützt.
29সত্যিকার উদারতা - হামিদ কেহাজাই এর পরিবার তাঁর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ এমন একটি দেশে দান করেছেন যে দেশটি তাকে কখনও বাড়িতে ফিরতে দেয়নি।Es gab Hoffnung auf einen positiven Aspekt bei dieser Tragödie: Echte Großzügigkeit - Hamid Kehazaeis Familie spendet seine Organe an das Land, das nie zu seiner Heimat wurde.
30স্পষ্টভাবেই সেপ্টিসিমিয়ার কারণে এখন আর তা কিছুতেই সম্ভব নয়।Anscheinend wird dies aufgrund seiner Blutvergiftung nicht möglich sein.