# | ben | deu |
---|
1 | জর্ডান: আমি জর্ডানকে ভালবাসি কারন… | Jordanien: Ich liebe Jordanien, weil… |
2 | গত কয়েকমাস ধরেই প্রতি শুক্রবারে জর্ডানের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর সংস্কারের দাবিতে বিক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। | Während der letzten Monate erlebte Jordanien jeden Freitag Demonstrationen, die Reformen der politischen und wirtschaftlichen Strukturen forderten. |
3 | টুইটার হ্যাশট্যাগ #ReformJo (#রিফর্মজেও) বেশ কয়েক সপ্তাহ ধরে দুর্নীতি দূরীকরণ, জর্ডানের নির্বাচনী আইন সংস্কারের দাবীতে সক্রিয়। | Seit einigen Wochen werden nun schon unter dem Twitter Hashtag #ReformJo Vorschläge und Forderungen gesammelt, die sich größtenteils mit Reformen des jordanischen Wahlrechts und der Beendigung von Korruption auseinandersetzten. |
4 | আরব বিশ্বের অন্যান্য দেশের মত জর্ডান অতটা অস্থির নয় - জর্ডানে প্রতিবাদের ধরণ এবং আলোচনা সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সংস্কারবাদীরা জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ২ -এর প্রতি অনুগত। | Im Gegensatz zu vielen anderen Protesten in der arabischen Welt verliefen die Demonstrationen in Jordanien vollkommen friedlich. |
5 | গত সপ্তাহ থেকে #আমিজর্ডানকেভালবাসি নামে একটি নতুন হ্যাশট্যাগ দেখা যাচ্ছে। | Viele der Reformisten haben zudem ihre Loyalität gegenüber Jordaniens König Abdullah II. beteuert. |
6 | এ হ্যাশট্যাগে মাতৃভূমি জর্ডানকে জর্ডানের টুইটার সম্প্রদায় কেন ভালবাসে তার বহু কারণ উপস্থাপন করা হয়েছে। | Unter dem neuen Hashtag #ILoveJordan führte die jordanische Twittercommunity letzte Woche dutzende von Gründen auf, warum sie ihr Heimatland lieben. |
7 | টুইটে অংশগ্রহণকারী অনেকেই # রিফর্মজেও- ব্যবহারে সক্রিয়। তাঁরা জর্ডান এবং এর নেতৃত্বের প্রতি বিশ্বস্ত। | Viele von ihnen waren auch aktiv unter #ReformJo, wollten aber gleichzeitig auch ihrer Loyalität gegenüber Jordanien und der Führung Ausdruck verleihen. |
8 | জর্ডানের জনগণ বিভিন্ন কারনে তাঁদের দেশকে ভালবাসে: | Viele nannten die Menschen in Jordanien als einen Grund, warum sie ihr Land lieben: |
9 | কাইস কারাজদসেহ লিখেছেন: | Qais Karasdsheh schrieb: |
10 | #আমিজর্ডানকেভালবাসি যেখানেই আপনি যান,কেউ না কেউ আপনার পরিচিত, এটা একটা ছোট দুনিয়া নয় এটা চমৎকার জর্ডান। | #IloveJordan wohin du auch gehst, du kennst jemanden. Es ist keine kleine Welt, es ist ein großartiges Jordanien. |
11 | জিনিয়া টুইট করেছেন: | Xiniaa twitterte: |
12 | #আমিজর্ডানকেভালবাসি কারন জর্ডান এককথায় সুন্দর; এর প্রকৃতি মানুষের মন ও আত্মা এবং খাবার http://ow.ly/48LGW | #ILoveJordan weil Jordanien einfach wunderbar ist; seine Natur, der Sinn und die Seele der Menschen, und das Essen :) http://ow.ly/48LGW |
13 | রাওয়ান সুন্নাক স্বীকার করছে: | Rawan Shunnaq stimmte zu: |
14 | #আমিজর্ডানকেভালবাসি এ দেশে আমি আমার পরিবার ও বন্ধুদের নিয়ে নিরাপদ | #ILoveJordan das Land, in dem ich sicher mit meiner Famile und meinen Freunden lebe :) |
15 | হেলেন আল-উজায়ী লিখেছেন: | Helen al-Uzaizi schrieb: |
16 | #আমিজর্ডানকেভালবাসি কারন এখানে প্রত্যেকেই পরিবারের মত। | #ilovejordan weil jeder Familie ist |
17 | এমনকি বাদশাহ আব্দুল্লাহ ২ এর রানী এ আলোচনায় যোগ দিয়ে টুইট করেন: | Sogar König Abdullah II's Ehefrau, Königin Rania, beteiligte sich an der Diskussion. |
18 | #আমিজর্ডানকেভালবাসি কারন# জেও একটা বড় বর্ধিত পরিবার। | Sie twitterte: #ILoveJordan weil #JO eine große Familie ist. |
19 | আপনি এখানে কখনো একা বোধ করবেন না। | Man fühlt sich nie alleine. |
20 | আমাদের দ্বার উন্মুক্ত আমাদের হৃদয় উন্মুক্ত। | Unsere Türen sind offen; unsere Herzen sind offen. |
21 | এটা অনেক ব্যাপক পরিসরে পূন: টুইট হয়েছে এ বিষয়ে খলিল ওয়াহাব বলেন: | Dies wurde vielfach verlinkt, Khalil Wahhab fügte hinzu: |
22 | আমাদের রানীর জন্য #আমিজর্ডানকেভালবাসি হাসট্যাগ | #ILoveJordan weil unsere Königin Hashtags benutzt |
23 | অনেকে অনেক মজার মজার কারণে জর্ডান কে ভালবাসে। | Viele andere nennen humorvolle Gründe, warum sie Jordanien lieben. |
24 | হিবা রেজিক টুইট করেন: | Hiba Reziq twitterte: |
25 | #আমিজর্ডানকেভালবাসি কারন রাস্তায় ট্যাক্সি ড্রাইভাররা আপনাকে কখনোই ক্লান্ত হতে দেবেনা :)#জর্ডান#জেও | #IloveJordan weil die Taxifahrer einen auf dem Weg niemals langweilen :) #Jordan #Jo |
26 | ওসামা আল-সামদি তাঁর টুইটে ছবি যোগ করে বলেন টুইটে: | Osama al-Samadi fügte seinem Tweet ein Foto bei: |
27 | #আমিজর্ডানকেভালবাসি কারন এটা আর অন্য কোনোখানেই ঘটা সম্ভব না। @ জে ও ছবি#জেও # পর্যটন @ জর্ডানভ্রমণ @visitjordan yfrog.com/h7v2qmoj | #ILoveJordan weil mir das nirgendwo anders passieren könnte @JOPictures #jo #tourism @visitjordan yfrog.com/h7v2qmoj |
28 | অন্য অনেকেই জর্ডানের নিরাপত্তা এবং শান্তিপূর্ণতার বিষয়ে আলোকপাত করেন। | Andere konzentrierten sich aber doch auf Jordaniens Sicherheit und die friedvolle Situation. |
29 | রিম বি টুইট করেন: | Reem B twitterte: |
30 | #আমিজর্ডানকেভালবাসি কারন আপনি মাঝরাতে মুদিখানায় গিয়ে নির্ভয়ে এবং নিরাপদে কেনাকাটা করতে পারবেন। | #ilovejordan weil man um Mitternacht rausgehen kann, seine Lebensmittel besorgen kann, ohne dass man um die eigene Sicherheit besorgt ist. |
31 | অন্যরা জর্ডানের হাসেমীয় বাদশাহর প্রতি আনুগত্যকে গুরুত্ব দিয়েছেন। | Wiederum andere betonten ihre Loyalität gegenüber Jordaniens Hashemitenkönig. |
32 | আনুদ আল-ফাওয়াজ টুইট করেন: | Anoud al-Fawwaz twitterte: |
33 | নিরাপদ,শান্তিপূর্ণ এবং অভ্যর্থনামূলক, সমৃদ্ধ ইতিহাস, মৃত সাগর পেট্রা ও ওয়াদি রামের দেশ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এটা হাসেমীয়দের রাজত্ব। #আমিজর্ডানকেভালবাসি | Sicher, friedlich & einladend, reich an Geschichte, Heimat des Toten Meers, Petra & Wadi Rum und vor allem des Königreichs der Hashemiten #ILoveJordan |
34 | ওমর বিলতাজি টুইট করেন: | Omar Biltaji twitterte: |
35 | #আমিজর্ডানকেভালবাসি কারন আমি যে কোন বিদেশী বিমান বন্দরে হাটতে পারি এবং তাঁদের বলতে পারি আমি একজন জর্ডানীয় এবং আমার বাদশাহ এইচ এম আব্দুল্লাহ ২… | #ILovejordan weil ich an jedem Flughafen sagen kann, dass ich Jordanier bin und mein König S.M. Abdullah II ist… |
36 | রিম বি লিখেন: | Reem B schrieb: |
37 | #আমিজর্ডানকেভালবাসি কারন জর্ডানের রয়েছে মহান বাদশাহ যে জনগণের মঙ্গলে কাজ করে যাচ্ছে। | #ilovejordan weil es einen großartigen König hat. Ein Mann, der Gutes für sein Volk tut. |
38 | তাঁকে আমি গভীরভাবে সম্মান ও শ্রদ্ধা করি। | Jemand, den ich tief respektiere und verehre. |
39 | #জেও | #JO |
40 | নুর আল-হাসান বলেন: | Nour al-Hassan fasst zusammen: |
41 | #আমিজর্ডানকেভালবাসি কারন এটা আমার বাড়ি। | #Ilovejordan weil es mein Zuhause ist. |
42 | সংস্কার বিষয়ে জর্ডানীয় বিতর্ক অব্যাহত রয়েছে # সংস্কারজেও, জন্মভূমির প্রতি জর্ডানীয় জনগণের ভালবাসার প্রতিফলন ঘটেছে #আমিজর্ডানকেভালবাসি - হ্যাশট্যাগে। | Die jordanische Debatte über Reformen geht weiter unter #ReformJo, während die Wertschätzung der Jordanier für ihr Heimatland weiterhin unter #ILoveJordan zum Ausdruck gebracht wird. |