Sentence alignment for gv-ben-20140804-44366.xml (html) - gv-deu-20140721-23432.xml (html)

#bendeu
1গাজায় ইসরায়েলি হামলার পর তুরস্কে জ্বলে উঠেছে ইহুদি বিদ্বেষী আগুনTürkei: Antisemitismus lodert nach israelischen Angriffen auf Gaza auf
2তুর্কিশ প্রধানমন্ত্রী বরাবর ইসরায়েলের কঠোর সমালোচক।Der türkische Ministerpräsident beschuldigt wiederholt Israel.
3ইউটিউব ব্যবহারকারী তামেরস্কাডেন্স এর আপলোড করা ভিডিও থেকে স্ক্রিনশটটি নেওয়া হয়েছে।Screenshoteines Videos, dass der Nutzer Tamerscadence auf YouTube hochgeladen hat.
4দীর্ঘদিন তুরস্কের জনগণের মাঝে সকল পেশার ফিলিস্তিনিদের জন্য প্রচুর সমবেদনা রয়েছে।Schon seit Langem empfinden Türken jeder Gesellschaftsschicht eine ziemliche Sympathie für Palästinenser und davon zeugen auch die aktuellen englischsprachigen Twittertrends in der Türkei.
5তবে গাজায় ইসরায়েলের চলমান হামলাকে এখন প্রকাশ্যে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার একটি অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।Die fortdauernden Angriffe Israels auf Gaza [Global Voices-Bericht auf Deutsch] werden jetzt aber als ein Vorwand genommen, um offen Antisemitismus zu äußern.
6এ সপ্তাহে তুরস্কে ঘটে যাওয়া যেসব ইহুদি বিদ্বেষী আবেগ সুস্পষ্টভাবে দেখা গেছে, সেগুলোর সাথে জাস্টিস এ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির কোন না কোন সম্পর্ক রয়েছে। তুরস্কের প্রধানমন্ত্রী এবং ইসরাইলের কথিত সমালোচনাকারী রিসেপ এরদোগান এই রাজনৈতিক দলটির প্রধান।Die folgenden Ausdrücke von antisemitischen Einstellungen, die diese Woche in der Türkei publik wurden, stehen alle in einer direkten oder indirekten Verbindung mit der Partei für Gerechtigkeit und Aufschwung (AKP), dessen Vorsitz der türkische Ministerpräsident und offener Kritiker Israels, Recep Erdoğan, innehat.
7১. আইএইচএইচ একটি দাতব্য সংস্থা।
8এটি ২০১০ সালে গাজার উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা তুলে নেয়ার একটি প্রচেষ্টা স্বরূপ অবশ্যম্ভাবী গাজা ফ্রিডম ফ্লোটিলার আয়োজন করেছিল। সংস্থাটির প্রধান (হিউম্যান রিলিফ ফাউন্ডেশন) বুলেন্ট ইলিদিরিম সরকার পক্ষের টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেনঃ1. Am 17. Juli erzählt Bülent Yıldırım, Leiter der türkischen Stiftung für Menschenrechte, Freiheiten und Humanitäre Hilfe - einer Hilfsorganisation, die auch für die Organisation der Solidaritätsflotte für Gaza beteiligt war und die damit 2010 versuchte, die israelische Blockade von Gaza zu durchbrechen - einem regierungsnahen Fernsehsender:
9ইসরায়েলের নির্মম আচরণের পরিণাম হিসেবে তুরস্কে বসবাসকারী ইহুদি সম্প্রদায়ের ধ্বংস বয়ে আনছে।Israels verdorbene Grundhaltung kann das Ende für jüdische Gemeinden in der Türkei bedeuten.
10অন্যথায় এর চেয়েও আরও খারাপ কিছু ঘটবে…Andernfalls werden weitere schlimme Dinge geschehen…
11তাঁর বক্তব্য টুইট করার পর সেই রাতেই এক দল প্রতিবাদকারী ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের দালান লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে।Später in der Nacht bewarfen Demonstranten mit Steinen das Gebäude, in dem sich das Konsulat Israels in Istanbul befindet und zerstörten eine impressionistische Statue, wie auf diesem englischsprachigen Blogbeitrag dokumentiert ist.
12ইসরায়েলের সাথে কোন ধরনের সম্পর্ক নেই এমন একটি অন্তর্মুদ্রাবাহী ভাস্কর্য তারা ভেঙ্গে দিয়েছে।
13প্রতিবাদকারীদের নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে।Die Polizei setzte Tränengas ein.
14ইসলামপন্থী প্রতিবাদকারীদের দমন করতে সরকারের খুব সাধারন কৌশল হিসেবে কাঁদানে গ্যাস ব্যবহার করার বিষয়টি বেশ লক্ষণীয়।
15২. প্রসিদ্ধ একেপি দলের সংসদ সদস্য, সামিল তাইয়্যার ইহুদি বিদ্বেষ মিশ্রিত নিচের টুইটটি করেছেনঃ2. Der prominente Parlamentsabgeordnete der AKP, Şamil Tayyar, trägt mit dieser Twitternachricht seinen Teil zur antisemitischen Stimmung bei:
16আশা করছি, অনেক অনেক নতুন হিটলারের অধীনে আপনাদের সম্প্রদায় শীঘ্রই হাওয়ায় মিলিয়ে যাবে।Hoffe, eure Rasse wird unter noch vielen anderen neuen Hitlern verschwinden.
17৩. উগুর ইসিলাক একজন শিল্পী। রিসেপ এরদোগানের ক্ষমতাসীন একেপি (সুবিচার) দলের নির্বাচনী প্রচারাভিযানে তাঁর গাওয়া গান ব্যবহার করা হয়েছিল।3. Am 18. Juli twittert Uğur Işılak, ein Sänger, der der Wahlkampagne der AKP unter Recep Erdoğan ein Lied gewidmet hatte:
18তিনি ১৮ জুলাই তারিখে নিচের বার্তাটি টুইট করেছেনঃEure [Israel] Tyrannei stellt die von Hitler in den Schatten.
19আপনাদের [ইসরায়েল] ক্ষমতার নির্মম ব্যবহারে হিটলারের ছায়া দেখা যাচ্ছে।Von nun an seid ihr das letzte Land, das sich gegen Hitler aussprechen kann.
20বর্তমানে হিটলারের বিরুদ্ধে কথা বলা দেশ হিসেবে আপনারাই সর্বশেষ।
21আল্লাহ তা'আলা জালিমের উপর জুলুম করে তাঁর কর্মফল মনে করিয়ে দেন।Allah mahnt den Tyrannen an sein Ende durch die Hände der Tyrannei.
22#টেরোরিস্টইসরায়েল।#TerroristIsrael
23স্থানটিকে একটি দেশ হিসেবে আখ্যায়িত করা হলে সে মানুষটির মানবতা নিয়ে অন্যদের সন্দেহ প্রকাশ করা উচিৎ।Man sollte misstrauisch sein bezüglich der Humanität von jemanden, der diesen Ort einen Staat nennt.
24৪. এরদোগান সমর্থক টেবলয়েড পত্রিকা, ইয়েনি আকিট অবশেষে ১৯ জুলাই তারিখে ধর্মীয় দিক থেকে রক্ষনশীলভাবে সাজান একটি ধাঁধাঁ প্রকাশ করেছে।4. Zu guter Letzt ein Kreuzworträtsel am 19. Juli des religiös-konservativen Boulevardblatts Yeni Akit, das diesem türkischen Tweet nach als pro-Erdoğan bezeichnet werden kann.
25সেখানে গাজায় বোমা হামলা বন্ধ করতে সবার কাছে প্রিয় বিখ্যাত ইহুদি বিদ্বেষী উক্তি ব্যবহার করা হয়েছে।Die Lösung des Rätsels ruft den berühmtesten Antisemiten an, der Bombardierung von Gaza ein Ende zu bereiten.
26দুঃখজনক…… তুর্কি সংবাদপত্র আকিট হিটলারের ছবি সম্বলিত একটি ধাঁধাঁ প্রকাশ করেছে, যার মূল অর্থ, “আমরা আপনাকে খুঁজছি”।Schockierend… Die türkische Zeitung Akit veröffentlicht ein Kreuzworträtsel mit einem Bild von Hitler und dem Lösungssatz “Wir suchen dich”.
27সেদিনই পরে কাল সাগরের অর্দু শহরে জনসম্মুখে বক্তব্য রাখার সময় এরদোগান হিটলার এবং ইসরায়েলি সরকারের মাঝে মিল তুলে ধরে সামিল তাইয়্যারের কথাগুলোরই যেন প্রতিধ্বনিত করেছেন।Später an diesem Tag ist bei der englischsprachigen Nachrichtenseite JTA (die zu Themen berichtet, die für jüdische Gemeinden interessant sind) zu lesen, wie Erdoğan bei einem öffentlichen Auftritt in Ordu, einer Stadt am Schwarzen Meer, den Hitler-Israel-Vergleich von Şamil Tayyar wiedergibt.
28তিনি দাবি করেছেন, ইসরায়েলি সরকার বর্বরতার দিক থেকে হিটলারকে “ছাড়িয়ে গেছে”।Die israelische Regierung habe Hitler hinsichtlich der “Barbarei” bereits überholt.
29তবে তিনি তুরস্কে বসবাসরত ইহুদিদের উপর আক্রমণ চালাতে অস্বীকৃতি জানিয়েছেন।Zugleich äußerte er aber auch seine Missbilligung der Übergriffe auf Juden, die in der Türkei leben.