# | ben | deu |
---|
1 | দক্ষিণ কোরিয়া: বিমানের বাদাম ভরাডুবি নিয়ে তৈরি খেলা | Südkorea: Ein Spiel verspottet das Verhalten der Vizepräsidentin von Korean Air |
2 | কোরিয়ান এয়ারলাইন্সের উপপ্রধান স্থানীয় এবং আন্তর্জাতিক, বিব্বহিন্ন মাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন তার সাম্প্রতিক এক ফ্লাইটে তার অহংকারী আচরণের জন্য। | Für ihr arrogantes Verhalten auf einem Auslandsflug hat die Vizepräsidentin der Fluggesellschaft Korean Air für zahlreiche lokale und internationale Schlagzeilen gesorgt. |
3 | তিনি একজন বিমানকর্মীর বিরুদ্ধে মাকাদামিয়া বাদাম ভুলভাবে পরিবেশনের অভিযোগে যথেচ্ছভাবে বকাঝকা করেন এবং সেই কর্মীকে বিমান থেকে সরিয়ে নেবার জন্য আদেশ দেন। | Sie beschuldigte willkürlich das Bordpersonal Macadamia-Nüsse “falsch” serviert zu haben und bestellte sogar das Flugzeug zurück zum Gate, um das Bordpersonal aus dem Flugzeug zu entfernen. |
4 | এই কাজটি করার জন্য তিনি বিমানকে পুনরায় গেটে যেতে বলেন। প্রত্যাশিতভাবেই, এই ঘটনাটি সামাজিক মাধ্যমে জনপ্রিয় বিষয়ে পরিণত হয়েছে। | Kein Wunder, dass diese sensationelle Geschichte zu einem der Trend-Themen in den sozialen Medien wurde. |
5 | ইন্টারনেটের অসংখ্য কৌতুকের মাঝে, প্যারোডি ছবি এবং এমনকি একটি জাপানিজ ব্যবহারকারীদের তৈরি ব্যঙ্গচিত্র রয়েছে, কিন্তু যা সব কিছুর চেয়ে এগিয়ে তা হচ্ছে বাদাম ভরাডুবি নিয়ে তৈরি বিদ্রূপকারী একটি খেলা। | Unter den zahlreichen Internet-Witzen, Parodie-Fotos und sogar einer Karikatur von japanischen Benutzern, stach eines besonders heraus: ein Spiel, das über das Flugzeug Nuss Fiasko spottet. |
6 | এক কোরীয় ওয়েব ডেভেলপার, তাই-হোয়ান-হাহ (@duecorda) ‘বিমান কর্মীবৃন্দের পুঁজিপতি' নামে একটি a সহজ খেলা বানিয়েছে। | Ein koreanischer Web-Entwickler, Tai-hwan Ha (@duecordda) hat ein einfaches Spiel namens “Bordpersonals Magnat” [ko] entwickelt. |
7 | আপনি যেভাবেই খেলুন না কেন, সবসময় একই ফলাফল পাবেন যেখানে বিমানকর্মীদের সাথে চিৎকার করা হয় এবং শোনা যায়,”তুমি! বিমান থেকে বের হয়ে যাও।” | Wie auch immer man spielt, man bekommt das gleiche Ergebnis wie das Bordpersonal, wird beschimpft und hört den Satz “Du! |
8 | যা কিনা কোরিয়ান এয়ারলাইন্সের সহ-সভাপতি বিমানকর্মীকে উদ্দেশ্য করে বলেছেন বলে অভিযোগ রয়েছে। | Raus aus dem Flugzeug!” - die Worte, die die Vizepräsidentin angeblich zum Bordpersonal gesagt hat. |
9 | ছবি ‘বিমান কর্মীবৃন্দের পুঁজিপতি', ছবিটি টুইট করেছেন খেলাটির প্রস্তুতকারকেরা | Das Bild ‘Magnat des Bordpersonals', Bild getwittert von dem Macher des Spiels |