# | ben | deu |
---|
1 | ইয়েমেনঃ একত্রীকরণ বার্ষিকীতে আত্মঘাতী হামলা | Jemen: Selbstmordattentat am Vorabend des Nationalfeiertages |
2 | ২১ মে, ইয়েমেনের রাজধানী সানায় একটি সামরিক কুচকাওয়াজ মহড়ায় আত্মঘাতী হামলায় প্রায় ১০০ জন নিহত ও কমপক্ষে ২০০ জন আহত হয়েছে। | Fast 100 Menschen wurden getötet und mindestens 200 verletzt als die Generalprobe der Militärparade in Jemens Hauptstadt Sana'a am 21. Mai das Ziel eines Selbstmordattentats [en] wurde. |
3 | সামরিক পোশাক পরিহিত বোমানিক্ষেপকারী উত্তর ও দক্ষিণ ইয়েমেনের ২২তম একত্রীকরণ বার্ষিকীতে কুচকাওয়াজ মহড়ারত সৈন্যদের মাঝখানে বিস্ফোরণ ঘটায়। | Der Attentäter, verkleidet in einer Militäruniform, zündete seinen Sprengstoff inmitten von Soldaten, die für die Parade des 22. Jahrestages der Vereinigung [en] von Nord- und Südjemen probten. |
4 | আল কায়েদা (একিউএপি) দক্ষিণ ইয়েমেনের উপর মার্কিন হামলার প্রতিশোধ নিতে আপাতত এই আক্রমণের দায়ভার নিজের কাঁধে নিয়েছে। | Al Kaida (AQAP [en]) hat offenbar die Verantwortung für das Attentat auf sich genommen, als Rache für das, was als US-Krieg [en] in Südjemen bekannt ist. |
5 | যাহোক, অনেক ইয়েমেনি তাদের সন্দেহ প্রকাশ করেছে। | Indessen drücken viele Jemeniten ihre Zweifel aus. |
6 | নিচের ভিডিওটিতে [আরবী ভাষায়] বিস্ফোরণের পর সাবাইন রোডের তাৎক্ষণিক অবস্থা দেখানো হয়েছ [সতর্কীকরণ ধ্বংসাত্মক ছবি]। | Das folgende Video [ar] zeigt die direkten Auswirkungen der Explosion in der Sabeen Straße in Sana'a. (Vorsicht: Grafisch) |
7 | সাংবাদিক টম ফিন এই দৃশ্যে ছিলেনঃ | Der Journalist Tom Finn war vor Ort: |
8 | @টমফিন২: সাবাইনে সর্বত্র পুলিশ। | @tomfinn2: In Sabeen. |
9 | রাস্তার উপর মাংসের টুকরো ছড়ানো। | Überall Polizei, Körperteile auf der Straße verteilt. |
10 | আহত সবাই হাসপাতালে। | Alle Verletzten im Krankenhaus. |
11 | @টমফিন২: অ্যাম্বুলেন্সগুলো এখনো সানায় ছুটছে। | #yemen @tomfinn2: Krankenwagen rasen weiterhin durch Sana'a. |
12 | ডাক্তাররা বললেন হাসপাতালগুলো পূর্ণ। | Ärzte sagen die Krankenhäuser sind überfüllt. |
13 | ইয়েমেনের সাম্প্রতিক খবরে আত্মঘাতী বোমায় নিহত কয়েকজনের একটি গ্রাফিক ছবি টুইটবার্তায় দেয়া হয়েছে এবং ইব্রাহিম মনথানা একটি গ্রাফিক ভিডিওতে একটি ওয়েবঠিকানা টুইট করেছেন। | #Yemen Jemen Updates twitterte ein sehr drastisches Foto von einigen Soldaten, die beim Selbstmordattentat getötet wurden und Ibrahim Mohana twitterte einen Link zu einem anschaulichen Video. |
14 | বৈরুতে এক ছাত্র কর্মী ফারিয়া আল মুসলিমি মন্তব্য করেনঃ | Farea Al Muslimi, ein in Beirut ansässiger Studentenaktivist kommentierte: |
15 | @আলমুসলিমি: এটি ইয়েমেনে একটি ভয়াবহ দিন এবং একই সাথে হাদীর [প্রেসিডেন্ট আব্দো রাব্বো মানসুর] জন্য সামরিক বাহিনীকে সুসংগঠিত করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করার একটি সুবর্ণ সুযোগ। | @almuslimi: Dies ist ein erschreckender Tag in #Jemen und zugleich die goldene Chance für [Päsident Abdou Rabbo Mansour] #Hadi um dringend überzeugende Maßnahmen zur Umstrukturierung der Armee zu ergreifen. |
16 | প্রেসিডেন্ট হাদী ঐ আক্রমণের পর সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহের এক ভাইপোসহ নিরাপত্তা পরিষদে প্রতিস্থাপনের জন্য একটি আদেশ[আরবী ভাষায়] জারি করেছেন। | In der Tat veröffentlichte Präsident Hadi nach der Attacke einen Erlass [ar], der führende Sicherheitsoffiziere ablöst, darunter ein Neffe des ehemaligen Präsidenten Ali Adullah Saleh. |
17 | মাই সালেহ টুইটবার্তায় বলেছেনঃ | Mai Saleh twitterte: |
18 | @এফোরমাই: ইয়েমেনের প্রেসিডেন্ট হাদীর নির্দেশ অনুযায়ী নিরাপত্তা পরিষদের নতুন অধিনায়ক হয়েছেন ফাদহেল আল কাওয়াসি | @A4Mai: Fadhel AlQwasi ist auf Anordnung des Präsidenten als neuer Kommandant der zentralen Sicherheit ernannt worden #Hadi #Jemen |
19 | তিনি আরো বলেনঃ | Sie fügt hinzu: |
20 | @A4Mai: তো আম্মারকে [সালেহের ভাইপো] কি বের করে দেয়া হল? | @A4Mai: Also ist Ammar [Salehs Neffe] raus? |
21 | এই আদেশ জারি হওয়ার জন্য কি আমাদের এই দুর্যোগ দেখতে হল? | Mussten wir so ein Desaster miterleben, um solche Entscheide zu erlassen? |
22 | #Yemen | #Jemen |
23 | ইয়েমেনের সানায় আত্মঘাতী বোমা হামলার স্থান যেখানে কমপক্ষে ৯৬ সৈন্যের প্রাণহানি হয়েছে। | Der Schauplatz des Selbstmordattentats in Sana'a, Jemen, welches das Leben von mindestens 96 Soldaten kostete. |
24 | ছবি লিউক সোমার্সের সৌজন্যে, কপিরাইট © ডেমোটিক্স (২১/৫/২০১২)। | Foto von Luke Somers, copyright Demotix (21/5/2012). |
25 | যদিও কিছু সংবাদ মাধ্যম প্রচার করেছে যে আল কায়েদা এই হামলার দায়দায়িত্ব নিয়েছে, তারপরও অনেকে আরো কিছু জানার অপেক্ষায় রয়েছে। | Obwohl manche Nachrichtenquellen berichtet haben, dass Al Kaida die Verantwortung für das Attentat auf sich nimmt, warten viele darauf, mehr zu erfahren. |
26 | ইয়েমেনের শিক্ষাবিদ গ্রেগরি ডি. | Der Jemen-Wissenschaftler Gregory D. |
27 | জনসন মন্তব্য করেছেনঃ | Johnson kommentierte: |
28 | @গ্রেগরিডিজনসন: ইয়েমেনে আজকের হামলা নিয়ে দয়া করে গুজব কম ছড়ান। | @gregorydjohnsen: Bitte streut weniger Gerüchte über das heutige Attentat in Jemen. |
29 | আমি কথা দিচ্ছি, “আমি জানি না” বলতেও কোন সমস্যা নেই | Es ist okay „Ich weiß es nicht“ zu sagen. |
30 | আরো প্রমাণ চেয়ে, মাই সালেহ টুইটবার্তা পাঠিয়েছেনঃ | Und um mehr Beweise bittend, twitterte Mai Saleh: |
31 | @এফোরমাই: ইয়েমেনে হামলার দায়দায়িত্ব নিয়ে একিউপিএ-এর স্বীকারোক্তিমূলক বার্তায় কি খুশি | @A4Mai: Ich würde zu gerne die #AQAP Äußerung sehen, in welcher sie die Verantwortung für den Anschlag beanspruchen #Jemen |
32 | নিউজ অফ ইয়েমেন রেভল্যুশন ফেসবুক পাতার বার্তা বলা হয়েছে যে বিস্ফোরণের ১২ ঘন্টা পূর্বে, একটি সালেহ-সমর্থিত ফেসবুক পেইজ এই হামলার পূর্ব অনুমান করেছিল এবং একটি ওয়েবঠিকানা পাঠিয়েছিল, যা পরে মুছে দেয়া হয়েছে। | Die Facebookseite von “News of Jemen Revolution” postete, dass 12 Stunden vor der Explosion eine pro-Saleh Seite auf Facebook die Explosionen vorhersagte und einen Link bereitstellte, welcher nachträglich entfernt wurde. |
33 | মোহাম্মেদ ভাবছেন আত্মঘাতী বোমা হামলাকারী কিভাবে চোখ এড়িয়ে গেলঃ | Mohammed wundert sich, wie der Attentäter unbemerkt bleiben konnte |
34 | @Yemen4Change: #Yemen | কথা হলঃ আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকসহ সামরিক পোশাক ও বেল্ট পরে ছিল, কেউই দেখে নি | @Yemen4Change: #Jemen - es heißt, der Selbstmordattentäter trug eine Militäruniform und einen mit Sprengstoff bepackten Gürtel, NIEMAND HAT DIES BEMERKT? |
35 | ? #Sanaa | #Sanaa |
36 | ফারিয়া আল মুসলিমির প্রশ্নঃ | Währenddessen fragt Farea Al Mislimi |
37 | @almuslimi: সৌদি গোয়েন্দা দিয়ে একিউএপি সম্পর্কে কেন তথ্য দিয়ে কোন সাহায্য করে নি যখন তা আমেরিকায় বোমা হামলার সাথে সম্পর্কিত #আশ্চর্য #YEMEN | @almuslimi: Wieso hat #Saudi nicht mit Geheimdienstinformationen über #AQAP geholfen, wie zuvor bei den in die #US gesendeten Bomben? |
38 | অনেক দৃষ্টিভঙ্গি ও প্রশ্নের মধ্যে, ইয়েমেনের মানবাধিকার মন্ত্রী হুরিয়া মাশহুর টুইটবার্তা পাঠিয়েছেনঃ | #wunderemich #JEMEN Inmitten der Spekulationen und Fragezeichen twittert Jemens Menschenrechtsminister Hooria Mashhour: |
39 | @হুরিয়া মশহুর: মানবতার বিরুদ্ধে এসব অপরাধের বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত হবে। | @Hooria_Mashhour: Transparente Ermittlungen sollten für all diese Massenverbrechen gegen die Menschheit veranlasst werden #Jemen |
40 | প্রসিদ্ধ ইয়েমেনি কর্মী ও ব্লগার আতাফ আলওয়াজির জনগণকে পুনরাবৃত্তিমূলক সংবাদের চেয়ে গভীরভাবে পর্যবেক্ষণে উৎসাহিত করেছেনঃ | Ataf Alwazir, ein prominenter Jemen Aktivist und Blogger, ermutigte die Menschen tiefer zu schauen, als die sich wiederholenden Nachrichten: |
41 | @উইমেনফ্রমইয়েমেন: সবসময় খোলা মনে থাকুন এবং সবকিছুকে তার মত করে দেখবেন না। | @WomanfromYemen: Behaltet immer einen offenen Verstand und nehmt nicht alles so hin wie es ist. |
42 | কোন ব্যক্তিকে নকল করবেন না। | Sei keine Kopieren-Einfügen-Person. |
43 | প্রশ্ন ও বিশ্লেষণ করুন। | Frage und analysiere. |
44 | সেজন্য আমাদের একটি মন আছে। | Darum haben wir einen Verstand. |
45 | বিস্ফোরণের দিনটি অবশ্যই ইয়েমেন ও সানার সবচেয়ে দুঃখের দিনগুলোর একটি। | Der Tag des Anschlags war mit Sicherheit einer der traurigsten Tage Sana'as und Jemens. |
46 | এই হামলা মার্কিন-ইয়েমেনি যৌথ রাজনৈতিক সন্ত্রাস প্রতিরোধ কার্য নিয়ে প্রশ্ন তুলেছে, এবং এই বিতর্ককে আরো তীব্র করেছে যে মার্কিন ড্রোন হামলার ফল হল বিপরীত ও সাধারণভাবে চরমপন্থা। | Die Attacke rief viele Fragen bezüglich der Wirksamkeit der US-jemenitischen Anti-Terror-Strategie auf, und schenkt dem Argument Glauben, dass US-Drohnen-Angriffe kontraproduktiv sind und Extremismus schüren. |