Sentence alignment for gv-ben-20141124-45571.xml (html) - gv-deu-20141104-25292.xml (html)

#bendeu
1‘আমরা বাঁচতে চাইঃ’ সিরিয়ার অবরুদ্ধ ইয়ারমুকে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হাজার হাজার লোক‘Wir wollen leben': Tausende erleiden Hunger und Durst im besetzten Yarmouk in Syrien
2ইয়ারমুকের সাথে কাফরানবেলের সংহতি প্রকাশ, ব্যানারে লেখাঃ “ইয়ারমুকের উদর মর্যাদায় পূর্ণ, জারজের দল।”Kafranbel zeigt Solidarität mit Yarmouk. Auf dem Plakat steht: Yarmouks Mägen sind mit Würde gefüllt, ihr Bastarde.
3ছবি সূত্রঃ আমরা বাঁচতে চাই প্রচারাভিযানের ফেসবুক পেজQuelle: Facebook-Seite der Kampagne ‘Wir wollen leben'
4এই পোস্টটি পূর্বে অব্যক্ত সিরিয়াতে প্রকাশিত হয়েছে।Dieser Artikel wurde ursprünglich auf SyriaUntold veröffentlicht.
5সিরিয়ার করুণ গাঁথা দিনে দিনে বেড়েই চলছে।Die Lage in Syrien spitzt sich mit jedem Tag zu.
6ফলশ্রুতিতে সিরিয়ার ভৌগোলিক, রাজনৈতিক এবং সামরিক সংঘর্ষের প্রতি আন্তর্জাতিক মনোযোগও বৃদ্ধি পাচ্ছে।Dabei richtet sich die internationale Aufmerksamkeit vor allem auf die geopolitischen und militärischen Auseinandersetzungen, während andere wichtige Themen untergehen.
7এগুলো ছাড়াও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ ইস্যু থাকা সত্ত্বেও সেদিকে দৃষ্টি দেয়া হচ্ছে না।So auch die Belagerung des palästinensischen Flüchtlingscamps Yarmouk, die nun schon über ein Jahr andauert.
8এমনই একটি ইস্যু হচ্ছে ইয়ারমুকের ফিলিস্তিনি শিবির অবরোধ। এক বছরেরও বেশি সময় ধরে শিবিরটি অবরুদ্ধ রয়েছে।Seit Wochen müssen die Bewohner Yarmouks jetzt mit ständigem Durst leben.
9ইয়ারমুক অবরোধ করে রাখার সবচেয়ে সাম্প্রতিক ফলাফল হচ্ছে পিপাসা। কয়েক সপ্তাহ ধরে এখানকার বাসিন্দারা পিপাসার্ত হয়ে আছেন।Die Basisbewegung ‘We Want to Live: Thirst Under Siege' versucht, das Problem der Öffentlichkeit näher zu bringen.
10এ সমস্যাটিকে তুলে ধরতে “আমরা বাঁচতে চাইঃ অবরোধে পিপাসার্ত” শিরোনামে তৃণমূল পর্যায়ে একটি প্রচারাভিযান চালিয়ে সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করা হচ্ছে।In Yarmouk, das offiziell zu Syriens Hauptstadt Damaskus gehört, lebten einst 160.000 Palästinenser und Syrer.
11ইয়ারমুক শিবিরটি সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত।Heute befinden sich nur noch 18.000 Flüchtlinge im belagerten Camp.
12সেখানে পূর্বে ১ লক্ষ ৬০ হাজার ফিলিস্তিনি এবং সিরিয়ার নাগরিক বসবাস করত।Die Kampagne wurde von jungen Syrern und syrischen Palästinensern innerhalb und außerhalb des Flüchtlingslagers ins Leben gerufen.
13অবরুদ্ধ এই শিবিরে বর্তমানে মাত্র ১৮ হাজার শরনার্থী বসবাস করেন।Sie wollen damit die Vergeltung des Regimes an Yarmouk öffentlich bekannt machen.
14সিরিয়ান তরুণেরা এবং শিবিরের ভিতর ও বাইরে বসবাসকারী সিরিয়ান-ফিলিস্তিনিরা প্রচারাভিযানটি শুরু করেছেন।“Die Bewohner sterben hier langsam an Hunger, Durst und Krankheiten,” erklärte einer der Organisatoren der Kampagne gegenüber SyriaUntold.
15সিরিয়ার শাসনতন্ত্র প্রতিশোধ পরায়ণ হয়ে ইয়ারমুকের প্রতি যেভাবে নিষ্ঠুর আচরন করছে, সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই প্রচারাভিযানের লক্ষ্য।“Die Belagerung hält schon lange an, aber die Situation hat sich noch weiter verschlechtert seit das Regime die Wasserversorgung unterbrochen hat.”
16এই প্রচারাভিযানের একজন আয়োজক অব্যক্ত সিরিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “এ শিবিরের বাসিন্দাদের সরকার ক্ষুধা, তৃষ্ণা এবং রোগভোগে মরতে বাধ্য করছে”।
17তিনি আরও বলেছেন, “দীর্ঘ দিন ধরেই এই অবরোধ চলে আসছে, তা সত্ত্বেও যখন থেকে শাসনতন্ত্র এই শিবিরের পানি সরবরাহ লাইন কেটে দিয়েছে, তখন থেকে এখানকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে”।
18২০১২ সালের ১৭ ডিসেম্বর তারিখ থেকে ইয়ারমুক আংশিকভাবে অবরুদ্ধ রাখা হয়। আর ২০১৩ সালের ১৭ জুলাই তারিখ থেকে ইয়ারমুক পুরোপুরিভাবে অবরুদ্ধ হয়ে আছে।Yarmouk befindet sich seit dem 17. Dezember 2012 teilweise und seit dem 17. Juli 2013 vollständig unter Belagerung.
19এ পর্যন্ত এখানে কমপক্ষে ১৭০ জন লোক না খেতে পেয়ে মারা গেছেন।Mindestens 170 Menschen sind bereits verhungert, über 20.000 Menschen leiden weiterhin unter der Belagerung.
20আরও ২০ হাজারেরও বেশি লোক এই অবরোধের ফলে কষ্ট ভোগ করছেন। এছাড়াও শহরটির উপর দফায় দফায় হামলা, বিমান হামলা এবং বোমা বর্ষণ করা হচ্ছে।Die Stadt war außerdem wiederholt Luftangriffen und Bombardements mit schwerem Geschütz auf Zivilgebäude, Schulen, Krankenhäuser und Moscheen ausgesetzt.
21সাধারন জনগণের দালানকোঠা, বিদ্যালয়, হাসপাতাল এবং মসজিদের উপর ভারি ভারি অস্ত্র ব্যবহার করে আঘাত হানা হচ্ছে।Viele Bewohner Yarmouks müssen ihr Wasser nun von Brunnen durch die Stadt zu ihren Häusern tragen.
22পানি সরবরাহ লাইন বন্ধ করে দেয়ার ফলে ইয়ারমুকের অধিবাসীরা কুয়া থেকে পানি তুলে নিয়ে শরনার্থী শিবির পেরিয়ে তাদের বাড়িঘরে নিয়ে যাওয়ার পথ অবলম্বন করেছেন।
23তবে অনেক ক্ষেত্রেই এই পানি পানযোগ্য না হওয়ায় লোকজন এ পানি পান করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন।Oft handelt es sich dabei nicht um Trinkwasser, was zu Krankheiten im Camp führt.
24‘আমরা বাঁচতে চাই প্রচারাভিযানের' অন্যতম একটি নকশা।Eines der Designs für die Kampagne ‘Wir wollen leben'.
25ছবি সূত্রঃ প্রচারাভিযানটির ফেসবুক পেজQuelle: Facebook-Seite der Kampagne
26“আমরা বাঁচতে চাই” শিরোনামের প্রচারাভিযানটি ইয়ারমুককে কেন্দ্র করে সৃজনশীলতার এক বিচিত্র চিত্র উন্মোচন করেছে।Die Kampagne ‘Wir wollen leben' rief eine ungeahnte Kreativität rund um das Thema Yarmouk hervor.
27শিবিরের বাসিন্দাদের উপর চাপিয়ে দেয়া ক্ষুধা ও তৃষ্ণার মর্মান্তিক ঘটনার উপর প্রচারাভিযানের দেয়া লিফলেট এবং ব্যানার প্রতিফলিত হতে শুরু করেছে।
28শরনার্থী শিবিরের ভিতরে বিভিন্ন নাটক মঞ্চস্থ করা হচ্ছে। অবরুদ্ধ জনগণের মাঝে সংহতি তৈরি করার লক্ষ্যে এসব কার্যক্রম চালানো হচ্ছে।Flugblätter und Plakate zeigen die Tragik von absichtlich verursachtem Hunger und Durst, während innerhalb des Lagers Theaterstücke aufgeführt werden.
29সক্রিয় কর্মীরা ইয়ারমুক থেকে খবরাখবর এবং ছবি শেয়ার করতে ইন্টারনেটের আশ্রয় নিচ্ছেন। তারা অন্যদেরকেও এই প্রচারাভিযানে অংশ নিতে উদ্বুদ্ধ করছেন।Aktivisten verbreiten über das Internet Bilder und Nachrichten aus Yarmouk, um mehr Menschen für die Kampagne zu gewinnen und der belagerten Bevölkerung ihre Unterstützung zu zeigen.
30এই শিবিরের বাসিন্দাদের সাথে সংহতি প্রকাশ করতে শত শত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী নিজেদের ছবি তুলেছেন এবং ফেসবুক এবং টুইটারে সেগুলো শেয়ার করেছেন।
31তারা #আমাদেরমুক্তহতেদিন এবং #অবরুদ্ধ_পিপাসা হ্যাশট্যাগগুলো ব্যবহার করেছেন। ইয়ারমুকের জনগণের হাতে ধরে রাখা একটি ব্যানারে লেখা, “আমরা শুধু আমাদের প্রাপ্যটুকুই চাইঃ মর্যাদার সাথে বেঁচে থাকা”।Hunderte Nutzer sozialer Netzwerke fotografierten sich in Solidarität mit den Bewohnern Yarmouks und veröffentlichten die Bilder mit den Hashtags #LetUsBe und #thirst_under_siege auf Facebook und Twitter.
32কাফরানবেল শহরটি হাস্য রসাত্মক ব্যানারের জন্য বেশ পরিচিত। ব্যানারটির প্রতিক্রিয়ায় নিচের বার্তাটি শেয়ার করা হয়েছে।“Wir wollen nur was wir verdienen: Leben in Würde” stand auf einem der Plakate der Menschen in Yarmouk.
33বার্তাটিতে স্পষ্টভাবে শাসনতন্ত্রকে নির্দেশ করা হয়েছেঃ ইয়ারমুকের উদর মর্যাদায় পূর্ণ, জারজের দল।Die Bewohner der Stadt Kafranbel, die für clevere Plakate bekannt ist, reagierten mit der folgenden Nachricht, die eindeutig an das Regime gerichtet war:
34এই পোস্টটি পূর্বে অব্যক্ত সিরিয়াতে প্রকাশিত হয়েছে।Yarmouks Mägen sind mit Würde gefüllt, ihr Bastarde.