Sentence alignment for gv-ben-20111129-21497.xml (html) - gv-deu-20141201-29734.xml (html)

#bendeu
1ইয়েমেনঃ অবশেষে সালেহ-এর জিসিসি চুক্তিতে স্বাক্ষর করায় মিশ্র প্রতিক্রিয়াJemen: Gemischte Reaktionen auf lange überfällige Unterzeichnung des Deals des Golf-Kooperationsrats durch Saleh
2এই প্রবন্ধটি ইয়েমেন গণজাগরণ ২০১১ সম্বন্ধে তৈরি আমাদের বিশেষ কাভারেজের অংশ।Dieser Beitrag erschien im Original bereits am 25. November 2011.
3তিন বার স্বাক্ষর করা থেকে পিছিয়ে আসার পর অবশেষে ইয়েমেনের রাষ্ট্রপতি সালেহ উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি (গালফ কোঅপারেশন কাউন্সিল) সম্পাদিত চুক্তিতে স্বাক্ষর করল। এই চুক্তি অনুসারে তাকে তাঁর উপ রাষ্ট্রপতি আব্দে রাবু মানসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।Nach drei aufeinanderfolgenden Amtsperioden hat Jemens Präsident Saleh nun endlich einen durch den Golf-Kooperationsrat ausgehandelten Deal zu seinem Rücktritt und für die Übergabe des Amts an Vizepräsident Abd-Rabbu Mansour Hadi unterzeichnet.
4সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি বাদশাহ আবদুল্লাহর উপস্থিতি ২৩ নভেম্বর ২০১১ তারিখে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।Die Unterzeichnungszeremonie fand am 23. November 2011 in Riyadh in Anwesenheit des saudischen Königs Abdullah statt.
5এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ইয়েমেনের নাগরিক এবং অন্যদের মিশ্র এক প্রতিক্রিয়া রয়েছে; এদের মধ্যে অনেকে নিরাশ এবং হতাশ, অন্যদিকে এই চুক্তি স্বাক্ষরের ঘটনায় অনেকে আবার আনন্দিত এবং তারা এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে।Unter der jemenitischen Bevölkerung gab es gemischte Reaktionen auf die Unterzeichnung des Deals. Einige sind enttäuscht und skeptisch, während andere freudig und erleichtert sind.
6মিশ্র প্রতিক্রিয়াGemischte Reaktionen
7আল জাজিরা ইংলিশে প্রদান করা এক সাক্ষাৎকারে বিপ্লবী তরুণ ইব্রাহিম আল সাইদি দেশটির তরুণরা যে পরিষ্কার ভাবে এই চুক্তি প্রত্যাখ্যানের বিষয়টি প্রকাশ করেন। (ইউটিউবে ভিডিও পোস্ট করেছে রেভেল্যুশনভয়েস)In einem Interview mit Al Jazeera English (Video auf YouTube von revaluationvoice) gibt der junge Revolutionär Ibarhim Alsaydi deutlich die Abneigung der Jugend des Landes wieder:
8টুইটার ব্যবহারকারী @সামওয়াদ্দাহ রয়টারের একটি প্রবন্ধ টুইট করেছে, যেখানে এই চুক্তি নিয়ে অনেক বিশ্লেষকের শঙ্কার কথা উল্লেখ করা হয়েছে:Twitternutzer @samwaddah teilt einen Artikel der Nachrichtenagentur Reuters, der die Vorbehalte vieler Analysten zu diesem Deal hervorhebt:
9বিশ্লেষক সালেহ: #সালেহ, সে ক্ষমতা ত্যাগ করতে যাচ্ছে অথবা সে সাপের মাথায় পা রেখে সে নাচতে যাচ্ছে reuters.com/article/2011/1… #ইয়েমেনAnalyse: #Saleh gibt auf, oder besser gesagt, er “tanzt auf den Häuptern von Schlangen”. #Jemen
10জিসিসি যে চুক্তিমালা তৈরি করেছে তার আনুষ্ঠানিক কপি এখনো প্রকাশ করা হয়নি এবং অনেকে জানে যে এই চুক্তিতে কি কি আছে।Eine offizielle Kopie des Deals wurde nicht veröffentlicht und viele wissen nicht, was er beinhaltet.
11এখন পর্যন্ত এই চুক্তির বৈশিষ্ট্য কেবল উন্মোচন হয়েছে।Bisher wurden nur die Vorgehensweise des Deals bekannt.
12@সামওয়াদ্দাহ টুইট করেছে:@samwaddah twittert dazu:
13ঠিক এই চুক্তি স্বাক্ষর করার আগে পর্যন্ত ইয়েমেনের নাগরিকদের #জিসিসি চুক্তি নিয়ে এক অন্ধকারে রাখা হয়।Bis zum jetzigen Zeitpunkt werden die Jemeniten über den eigentlichen #GCCDeal immer noch im Dunkeln gelassen.
14কেবল মাত্র এর বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে, ঠিক মূল চুক্তিটি নয়#ইয়েমেনNur die Vorgehensweise wurde veröffentlicht, nicht der eigentliche Deal. #Jemen
15ওমার মাসহাজারি তাঁর নিজস্ব ব্লগে এই চুক্তি নিয়ে তাঁর আপত্তি তুলে ধরছে:Omar Mashjari spricht über seine Bedenken wegen des Deals in seinem Blog:
16@ওমরমার্স: নতুন ব্লগপোস্ট! জিসিসি-এর উদ্যোগ ইয়েমেনের নাগরিকদের কাছে কি অর্থ বহন করে?OmarMash: Neuer BLOGEINTRAG! - Was bedeutet die Initiative des Golf-Kooperationsrats für die Menschen im Jemen?
17@ওমারমার্শ এর দ্বারা পোস্ট করা#ইয়েমেন#সালেহ#জিসিস bit.ly/uRrE3jVon @OmarMash #Jemen #Saleh #GCC
18@কোকোসাসা, আলরাই নামক এক আরবী সংবাদপত্রের ছবি টুইট করেছে, যেটিতে সালেহ-এর ছবি প্রকাশ করা হয়েছে, আর ছবির নীচে শিরোনাম প্রদান করা হয়েছে “প্রাক্তন রাষ্ট্রপতি”:@C0C0SASA teilt ein Foto der arabischen Zeitung AlRai auf dem Saleh mit der Schlagzeile “Ehemaliger Präsident” abgebildet ist:
19আরবী ভাষায় প্রকাশিত সংবাদপত্র আলরাই-এর প্রথম পাতায় তুলে ধরা সালেহ-এর ছবি এবং এর শিরোনাম “প্রাক্তন রাষ্ট্রপতি”। ছবি টুইটার ব্যবহারকারী @কোকসাসা-এর।Arabische Zeitung AlRai's Titelseite mit einer Abbildung Salehs und der Schlagzeile “Ehemaliger Präsident”.
20الرئيس السابق…. # ইয়েমেন #সালেহ। pic.twitter.com/0D5LoNxHFoto von @C0C0SASA.
21প্রাবন্ধিক নিক ক্রিস্তফ ব্যাঙ্গাত্মক ভাবে তাঁর স্বস্তির নিঃশ্বাস ফেলার বিষয়টি প্রকাশ করেছে:Der Kolumnist Nick Kristof äußert sarkastisch verhaltene Erleichterung:
22@নিকক্রিস্তফ: ৩৩ বছর ধরে ইয়েমেনকে ভুলভাবে শাসন করার পর রাষ্ট্রপতি সালেহ ক্ষমতা থেকে সরে যাচ্ছে।@NickKristof: Nach 33 Jahren Missherrschaft im Jemen tritt Präsident Saleh zurück.
23আশা করি এখন সব ভেঙ্গে যাওয়া অংশ আবার এক সাথে জোড়া লাগবে।Hoffentlich kann man den Scherbenhaufen wieder zusammenkleben.
24@নাদ্দা২১২৪, গার্ডিয়ান পত্রিকায় ব্রায়ান হুইটেকারের লেখা প্রবন্ধ টুইট করেছে, সে নির্দেশ করেছে যে এতে আসলে কোন ধরনের মৌলিক পরিবর্তন ঘটেনি:@Nadaa2124 twittert über Brian Whitakers Artikel im Guardian und hebt hervor, dass es keine merklichen Veränderungen gibt:
25ইয়েমেনর রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ #সালেহ পদত্যাগ করেছে- কিন্তু তাতে খুব সামান্যই পরিবর্তন ঘটেছে।Jemens Ali Abdullah #Saleh tritt zurück - aber das ändert wenig.
26ব্রায়ান হুইটেকার gu.com/p/33tjz/tw#ইয়েমেন#ওয়াইফ্রগ#জিসিসি@Nefermaat gibt zu, dass nicht viel erreicht wurde.
27@নেফারমাত স্বীকার করেছেন যে তিনি এ ক্ষেত্রে কি অর্জন হয়েছে সে সম্বন্ধে তেমন কোন ধারণা নেই, তবে তিনি জনগণকে এ ক্ষেত্রে আগামীতে কি ঘটতে যাচ্ছে তাঁর উপর মনোযোগ প্রদান করতে বলেছেন:Er ermuntert die Menschen dennoch nach vorn zu blicken und sich auf die Zukunft zu konzentrieren:
28স্বীকার করেছেন যে তিনি এ ক্ষেত্রে কি অর্জন হয়েছে সে সম্বন্ধে তেমন কোন ধারণা নেই, তবে তিনি জনগণকে এ ক্ষেত্রে আগামীতে কি ঘটতে যাচ্ছে তাঁর উপর মনোযোগ প্রদান করতে বলেছেন।#Jemen, jetzt wo #Saleh unterschrieben hat (obwohl das nichts ändert), können wir uns vielleicht auf wichtigere Dinge für die Zukunft des Landes konzentrieren.
29@আবদুলআজিজসাকাকফ - এই চুক্তিকে সমর্থন করি- তিনি এখানে নির্দেশ করেছেন:@AbdulazizSakkaf unterstützt den Deal und weist auf Folgendes hin:
30এই চুক্তিকে সমর্থন করা হোক বা না হোক, এটি আমাদের ঘর, চাকুরী এবং আমাদের অস্তিত্বকে রক্ষা করবে।Ob man nun den #GCCDeal gut findet oder nicht, er hat euer Haus, euren Job und eure Existenz gerettet.
31@দোরি_ইরয়ানি তিনিও এই চুক্তিকে সমর্থন করেন, তিনি দাবি করেন:@Dory_Eryani, ebenfalls ein Anhänger des Deals, behauptet:
32#জিসিসি-এর চুক্তি নিয়ে জানাডি এবং অন্যান্যরা প্রচার মাধ্যমে এক সংগ্রামে অবতীর্ন হয়েছে, যারা চায় জনগণ এই চুক্তি প্রত্যাখান করুক…। তাদেরকে বিশ্বাস করবেন না… সালেহ যখন এই চুক্তি স্বাক্ষর করে, তখনই সে তা ক্ষমতার অনেক কিছু হারিয়ে ফেলেছে।Janadi und andere führen einen Medienkrieg um die Leute gegen den #GCC Deal aufzuhetzen… Glaubt ihnen nicht… Saleh hat mit seiner Unterschrift viel verloren!
33#ইয়েমেন#Jemen
34তবে @রিয়ালস্টিকচ্যানেল নির্দেশ করছেন, এখানে ইয়েমেনের নাগরিকরা আসল বিষয় কোনটি তা খেয়াল করছে না:@RealistChannel jedoch hebt hervor, was viele Jemeniten einfach übersehen:
35#সালেহ #জিসিসির উদ্যোগে তৈরি চুক্তিতে স্বাক্ষর করেছে, কারণ সে জানে তার শাসন এখনো শেষ হয়ে যায় নি।#Saleh hat die Initiative der #GCC unterzeichnet, weil er weiß, dass seine Herrschaft noch nicht vorbei ist.
36বিষয়টি ততটা জটিল নয়।Nicht allzu kompliziert.
37#সাপোর্টইয়েমেন#SupportJemen
38চুক্তি বিরোধী প্রতিবাদProteste gegen den Deal
39অনেক ইয়েমেনী তরুণ এই চুক্তিকে প্রত্যাখান করেছে এবং তারা এর বিরুদ্ধে সারা ইয়েমেন জুড়ে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে।Viele jüngere Menschen im Jemen weisen den Deal zurück und planen, dagegen im ganzen Land auf die Straßen zu gehen.
40@ইয়েমেন_আপডেট টুইট করেছে:@yemen_updates schreibt:
41যে #জিসিসি চুক্তি সালেহকে বিচারের দায়ভার থেকে মুক্ত করে দেয়, সেই চুক্তিতে স্বাক্ষর করার জন্য জেমেপি এবং ইসলাহ-এর বিরুদ্ধে #সানা চেঞ্জ স্কোয়ারে এক শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে।Es formiert sich eine starke Bewegung am #Platz der Befreiung in Sanaa gegen die JMP-Partei und Islah und deren Unterzeichnung des Deals der #GCC, der #Saleh Immunität vor strafrechtlicher Verfolgung gewährt.
42যে দিন জিসিসির চুক্তি স্বাক্ষর করা হল, সেদিনই রাজধানী সানায় যখন সালেহ-পন্থীরা চুক্তি বিরোধী বিক্ষোভাকারীদের শান্তিপূর্ণ মিছিলে গুলি করে, সে সময় সমগ্র সানায় এক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।Einen Tag nach der Unterzeichnung der Initiative des Golf-Kooperationsrats hält die Gewalt weiter an, als Anhänger Salehs während der Märsche gegen den Deal auf friedliche Demonstranten schossen.
43এই ভিডিও ধারণকারী নাগরিক নিজেই ভিডিও ধারণ করার শেষ দিকে গুলিবিদ্ধ হয়।In diesem Video wird am Ende des Clips sogar der Kameramann selbst angeschossen.
44(ইউ টিউবে ভিডিও পোস্ট করেছে মিডিয়াসেন্টারসানা):(Video von mediacentersanaa auf YouTube hochgeladen):
45@ইয়াসরাআলাও একই সাথে টুইট করেছে:@YusraAlA schreibt auch:
46যেদিন #সালেহ # গালফ -এর উদ্যোগে সম্পাদিত শান্তিচুক্তিতে স্বাক্ষর করল, তার পরের দিনই, সালেজ-এর গুণ্ডা বাহিনী #সানায় অনুষ্ঠিত বিক্ষোভ সমূহের উপর গুলি করে। এই ঘটনায় ৫ জন নিহত এবং ৩০ জনের বেশী নাগরিক নিহত হয়েছে।Einen Tag nach der Unterzeichnung der #Golfinitiative durch #Saleh stören seine Schläger einen Marsch in #Sanaa, was in 5 Toten und mehr als 30 Verletzten endet.
47#ইয়েমেন#ওয়াইএফ#Jemen #yf
48@সামাওয়াদ্দাহ বলছে:@samwaddah sagt dazu:
49#সানায় অনুষ্ঠিত আজকের এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নাগরিক নিহত হয়েছে।Fünf Märtyrer bisher und viele Verletzte bei den heutigen Protesten in #Sanaa!
50এটা হচ্ছে #জিসিসি চুক্তির প্রথম অর্জন। #ইয়েমেনDas sind die ersten Früchte des #GCCDeals im #Jemen.
51জিসিসি চুক্তির মূল উদ্যোক্তা হচ্ছে সৌদি আরব, যা পরিষ্কার ভাবে দেশটির তরুণ নাগরিকদের চাওয়াকে গুরুত্ব দেয়নি, যে সমস্ত তরুণরা এই বিপ্লবের মূলে অবস্থান করছে; ইয়েমেনকে এই চুক্তি কি প্রদান করবে; এটা কি প্রকৃতপক্ষে ইয়েমেনে সালেহ-এর শাসনকালের ইতি ঘটাবে অথবা এটি আরো অস্বস্তিকর কিছু বিস্ময় লুকিয়ে ফেলবে?Die von den Saudis manipulierte Initiative des Golf-Kooperationsrats spricht eindeutig nicht die Forderungen der Jugend des Landes an, doch diese sind das Rückgrat der Revolution. Was wird der Deal wirklich für den Jemen bewirken: Endet damit wirklich Salehs Herrschaft oder können wir uns auf weitere unerfreuliche Überraschungen gefasst machen?
52এই প্রবন্ধটি ইয়েমেন গণজাগরণ ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Dieser Bericht ist Teil des englischsprachigen Dossiers zu den Protesten im Jemen 2011.