Sentence alignment for gv-ben-20090807-4862.xml (html) - gv-deu-20090806-871.xml (html)

#bendeu
1চায়না: উইঘুরদের প্রতি হানদের পূর্বসংস্কার ও বৈষম্যমুলক আচরণChina: Han-Chinesen und Uighuren – Vorurteile und Diskriminierung
2জুলাইয়ের পাঁচ তারিখে চীনের শিনজিয়াং-এ এক জাতিগত দাঙ্গা অনুষ্ঠিত হয়। তারপর এক মাস পার হয়ে গেছে এবং সংখ্যাগরিষ্ঠ চীনা নাগরিকরা এখনও পশ্চিমা রাষ্ট্র ও রাবিয়া কাদিরকে এই বিচ্ছিনতাবাদী আন্দোলন উস্কে দেবার জন্য দায়ী করছে।Seit den Unruhen in Xinjiang am 5. Juli ist inzwischen mehr als ein Monat vergangen, aber die Mehrheit der chinesischen Internet-User wirft nach wie vor dem Westen und Rebiya Kadeer vor, die Separatistenbewegungen in Xinjiang zu unterstützen.
3এরপর এখানে সেখানে কিছু ফিসফিসে‌ গুঞ্জন চাইনিজ ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে, যেমন এ রকম একটা মন্তব্য বিবিএসের পিপল.Nichtsdestotrotz gibt es einige Stimmen im chinesischen Internet, die die Ursache der Unruhen in Urumqi auf die lange Unterdrückung zurückführen.
4কমে করা হয়েছে, “এই ঘটনা আমাদের একটা দিক নির্দেশ করছে যে, উরুমাকির উত্তেজনা একটা লম্বা সময় ধরে অবদমনের ফসল।Eine davon ist dieser kurze Kommentar im BBS von people.com:
5বারবার বলার পর যদি কিছু তৈরি না হয়, সেখানে কণ্ঠস্বরের আর কোন স্থান নেই, সংঘর্ষই তার একমাত্র উত্তর!Wo ständig Unterdrückung herrscht und es keinen Ort gibt, an dem man sich äußern kann, muss es irgendwann zu Gewalt kommen!
6উইঘুরদের প্রতি হানদের যে বৈষম্যমূলক আচরণ তা জুলাইয়ের লম্বা আগে থেকে চলে আসা অস্থিরতার উৎস। তিয়ানইয়া ফোরাম, অনলাইনে এক আলোচনার জায়গা।Die ethnische Diskriminierung der Uighuren durch die Han-Chinesen führte schon lange vor den Unruhen im Juli Ursache zu Konflikten.
7সেখানে অনুসন্ধান করলে উইঘুরদের প্রতি হানদের যে নেতিবাচক মনোভাব বা পূর্বসংস্কার রয়েছে তার সম্বন্ধে অনেক গল্প পাওয়া যায়। এখানে এ রকম একটি গল্প দেওয়া হল।Wenn man die Online-Diskussionen im Tianya-Forum durchsucht, findet man viele Geschichten über die Vorurteile der Han-Chinesen gegenüber den Uighuren, wie zum Beispiel die Folgende:
8আমাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ব্যাখ্যা দিতে দিন।Ich beginne mit meiner persönlichen Erfahrung.
9আমি তখন উরুমাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে সময় সিসিটিভিতে একটি অনুষ্ঠান হত যার নাম ছিল “স্পেশাল ৬+১”।Als ich in Urumqi auf die Universität ging, gab es eine populäre Sendung auf CCTV: “Special 6+1″.
10কোন এক অনুষ্ঠানে উপস্থাপক একজন শিনজিয়াং জাতিগোষ্ঠীর (অনুবাদকের ভাষ্য: অনেক চাইনিজ হান জনগোষ্ঠীর লোক উইঘুরদের শিনজিয়াং বলে ডাকে) লোককে তার ইচ্ছার কথা জিজ্ঞাসা করে।In einer der Episoden fragte der Moderator jemanden aus Xinjiang (Anm. d. Übers. : viele Han-Chinesen sagen statt Uighuren “Leute aus Xinjiang”), was sein größter Wunsch sei.
11লোকটির উত্তর ছিল বিস্ময়কর, খুব সাধারণ এক উত্তর, সে বেইজিং-এর হোষ্টেলে কয়েকদিন কাটাতে চায়।Seine Antwort: einfach ein paar Tage in Beijing in einem Hotel wohnen.
12উপস্থাপক বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞাসা করল।Der Moderator war erstaunt und fragte, warum.
13উত্তরদাতা তার কারণ ব্যাখ্যা করে বলল, ১৯৯০ সালে যখন সে তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য বেইজিং এ নিয়ে যায়, সে যাত্রায় বেইজিং-এর প্রায় সকল হোস্টেল তাদের জায়গা দিতে অস্বীকার করে, কারণ তারা শিনজিয়াং জনগোষ্ঠীর লোক।Der Interviewte sprach über seine Erfahrung in den frühen 1990er Jahren, als er seinen Sohn zwecks besserer ärztlicher Versorgung nach Beijing brachte. Während dieser Reise wurden sie in allen Hotels abgewiesen, einfach nur weil sie aus Xinjiang waren.
14পিপলস প্রেস ২০০৬ সালে এবই অভিজ্ঞতা লাভ করে।Volkszeitung machte im Jahr 2006 eine ähnliche Erfahrung:
15২০০৬ সালে বড়দিনের সন্ধ্যায় আমি বেইজিং-এ ছিলাম।Am Weihnachtsabend 2006 war ich in Beijing.
16যদিও কোন পানশালার দরজায় লেখা ছিল না “উইঘুরদের প্রবেশ নিষেধ”, কিন্তু নিরাপত্তা রক্ষী সকল সময় আমাকে তল্লাশী করেছে।Obwohl keine Bar am Eingang ein Schild “Keine Uighuren” hängen hatte, wurde ich jedes Mal von den Security-Leute durchsucht.
17প্রতিদিনের জীবনে এই সংঘর্ষের বাইরেও অনেকে, হানদের ভুল বোঝাবুঝি ও পূর্বসংস্কারে হতাশ।Viele Uighuren finden die Missverständnisse und Vorurteile seitens der Han-Chinesen frustrierend.
18লুকিং এ্যাট ক্লাউড এন্ড ওয়াটার ফ্লো, তিয়ানইয়া ফোরামে এই সব সংস্কারের বিরুদ্ধে জোরে আওয়াজ তুলেছেন, এই বলে যে, তিনি শিনজিয়াং জনগোষ্ঠীর লোক।“Ziehende Wolken und fließendes Wasser betrachten” machte im Tianya-Forum seinem Unmut darüber Luft:
19আমি জোরালো গলায় বলতে চাই যে আমি এক উইঘুর!Ich will laut und deutlich sagen, dass ich Uighure bin!
20… শিনজিয়াং-এ চোর রয়েছে, কিন্তু সব জায়গায় চোর রয়েছে।… In Xinjiang gibt es Diebe, so wie überall anders auch.
21এটা ধারণা করা কি যৌক্তিক হবে যে, সকল চোর শিনজিয়াং থেকে এসেছে?Davon kann man aber doch nicht ableiten, dass alle Diebe aus Xinjiang stammen!
22সংখ্যালঘু সম্প্রদায়ের চেহারার একজনকে চোর সন্দেহ করা খুব সহজ।Angehörige von Minderheiten, die einen Diebstahl begehen, sind natürlich leichter zu identifizieren.
23তারপর আপনি সিদ্ধান্ত টানতে পারেন যে সকল চোর শিনজিয়াং-এর লোক।Und so werden aus Dieben sehr schnell Uighuren.
24ঘটনা হচ্ছে আমি মুল চায়নার অন্য অনেক এলাকা ভ্রমণ করেছি এবং আবিষ্কার করেছি শিনজিয়াং অনেক নিরাপদ।Ich bin viel durch China gereist und finde, dass Xinjiang wesentlich sicherer als andre Orte ist.
25এমনকি উইঘুর জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে নীতি, অনেক হান চাইনিজ তা সমর্থন করতে অস্বীকার করে।Sogar die Regierung will ihre Politik ändern und die uighurische Sprache und Kultur besser schützen - eine Maßnahme, die bei vielen Han-Chinesen auf Ablehnung stößt.
26সম্প্রতি এক উদাহরণ, কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করেছে যে তারা শিনজিয়াং-এর দ্বিভাষিক কিন্ডারগার্টেন গুলোতে বিনিয়োগ দ্বিগুণ করবে (১২১ মিলিয়ন আমেরিকান ডলার)।Ein aktuelles Beispiel ist der Plan der Regierung, die Finanzierung von zweisprachigen Kindergärten in Xinjiang (USD 121 Millionen) zu verdoppeln, was als Bevorzugung angeprangert wird.
27পক্ষপাতিত্বের ধুয়া তুলে এই ধরনের নীতির বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে:
28লায়ার উইদাউট ড্রাফট এই নীতির কারণে রাগান্বিত:“Angeber ohne Manuskript” macht diese Politik wütend:
29অন্য অঞ্চলে কি যথেষ্ট কিন্ডারগার্টেন নেই? আমাদের সরকার কেন সে বিষয়ে কাজ করে না।Auch in anderen Regionen herrscht ein Mangel an Kindergärten - warum tut die Regierung da nichts?
30শেনকিক উত্তর দিচ্ছেন:Shenqike antwortete:
31কাঁদলে শিশুরা দুধ পাবে!Schreiende Babies werden gefüttert!
32অন্য অঞ্চলের শিশুরা কাঁদে না।In den andren Gegenden schreien die Babys nicht!
33শিউনি যোগ করেছেন:Xwni fügte hinzu:
34দুষ্ট শিশু মিষ্টি পায়।Nur schlimme Kinder bekommen Schleckereien!