Sentence alignment for gv-ben-20140401-42508.xml (html) - gv-deu-20140328-18823.xml (html)

#bendeu
1বর্ণবাদ আচরণের সম্মুখীন সিরিয়ানদের সমর্থনে লেবানিজদের প্রচারাভিযান চালুLibanon: Kampagne gegen Rassismus zur Unterstützung der Syrer
2বর্ণবাদ আচরণের সম্মুখীন সিরিয়ানদের সমর্থন করে একটি প্রচারাভিযান (আরবিতেঃ الحملةالداعمةللسوريينبوجهالعنصريّة) গত ২১ মার্চ, ২০১৪ তারিখে লেবাননে চালু করা হয়েছে।Die “Kampagne zur Unterstützung der Syrer, die Rassismus ausgesetzt sind” [ar] (auf Arabisch: الحملة الداعمة للسوريين بوجه العنصريّة) wurde am 21.
3সাম্প্রদায়িক বৈষম্য দূরীকরণের জন্য পালিত আন্তর্জাতিক দিবসে এটি চালু করা হয়।März 2014 ins Leben gerufen, am Internationalen Tag zur Überwindung rassistischer Diskriminierung.
4“সমস্ত [লেবাননে অবস্থিত] সিরিয়ানদের প্রতি সহিংসতা, বর্ণবাদী রাজনৈতিক অলঙ্কারশাস্ত্র এবং সংশ্লিষ্ট মিডিয়ার প্রতারণাকে প্রত্যাখ্যান” করে লেবানিজরা এটি চালু করেছে।Die Kampagne “lehnt jegliche Unterdrückung und Gewalt gegenüber Syrern [im Libanon] ab [ar], jegliche rassistische politische Rhetorik und die damit verbundene Medienhetze”.
5অন্য কথায় বলতে গেলে এটির মূল লক্ষ্য হচ্ছে, লেবাননে বসবাসরত সিরিয়ার উদ্বাস্তুদের প্রতি বেড়ে চলা যেসব বৈষম্য মূলক আচরণ মনে মনে উপলব্ধি করা হচ্ছে, সেগুলোকে মোকাবেলা করা।In anderen Worten, geht sie das an, was als zunehmende Diskriminierung gegenüber den syrischen Flüchtlingen empfunden wird, die im Libanon leben.
6লেবানিজ রাজনীতিবিদদের প্রতি সক্রিয় কর্মীরা অভিযোগ করেছেন যে তারা রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত বিভিন্ন স্বার্থ হাসিল করতে সিরিয়ান শরনার্থী এবং কোন কোন অঞ্চলের লেবানিজ অধিবাসীদের মাঝে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে।Libanesische Politiker werden von Aktivisten beschuldigt, das gespannte Verhältnis zwischen syrischen Flüchtlingen und den libanesischen Bewohnern einiger Gebiete des Libanons zu politisch motivierten Zwecken zu forcieren
7মোহাম্মাদ ছারের সম্মানে “আমি কোন শহীদ নই” শিরোনামের প্রচারাভিযান শুরু করার পর পর্যায়ক্রমে অলিম্পিকের স্কি খেলোয়াড় জ্যাকি চামুনের সমর্থনে সর্ব প্রথম “আমি নগ্ন নই” শিরোনামের প্রচারাভিযানটি শুরু করা হয়। এরপর পারিবারিক সহিংসতার বিরুদ্ধে এই সাম্প্রদায়িকতা বিরোধী প্রচারাভিযানটি অনলাইন প্রতিবাদের একই (এবং এখন বেশ পরিচিত) পদ্ধতি ব্যবহার করে আসছে।Nach der Kampagne “Ich bin kein Märtyrer”” [en] zu Ehren von Mohammad Chaar und der Aktion “Ich bin nicht nackt” [en], die zunächst die olympische Ski-Rennläuferin Jackie Chamoun unterstützte und sich dann gegen häusliche Gewalt richtete, greift die antirassistische Kampagne auf dieselben (und nun bekannten) Methoden des Online-Protests zurück und sammelt Selbstportraits (auf Englisch kurz “selfie”), die normale Bürger posten und auf denen sie eine Nachricht übermitteln.
8এই পদ্ধতিতে সাধারণ নাগরিকেরা তাদের সেলফি পোস্ট করছে, যা বিভিন্ন বার্তা বহন করে থাকে।
9ফ্রেঞ্চ ভাষায় বহুল প্রকাশিত লেবানিজ পত্রিকা “এল' ওরিয়েন্ট-লে জোরে” দেয়া একটি সাক্ষাৎকারে প্রচারাভিযানে অংশ নেয়া একজন সক্রিয় কর্মী বলেছেনঃIn einem Gespräch [fr] mit der führenden französischsprachigen Zeitung im Libanon “L'Orient-le Jour”, sagt einer der Aktivisten, der an der Aktion teilnimmt:
10এমনকি রাজনীতিবিদেরা মৌলিক সমস্যাগুলোরও সমাধান করতে পারেন না। যেমন, আমাদেরকে বিদ্যুৎ এবং গণ পরিবহন সুবিধা প্রদান করা, ত্রিপোলি এবং হারমেলে সহিংসতা বন্ধ করা, পারিবারিক সহিংসতা বন্ধ করা, ব্যয় বহুল টেলিকমিউনিকেশন সুবিধা প্রদান করা… সিরিয়ান শরণার্থীরা আসার আগেও এই সমস্যাগুলো ছিল।Die Politiker können nicht einmal Probleme lösen wie die Versorgung mit Elektrizität, öffentlicher Verkehrsmittel, ein Ende der Gewalt in Tripoli und Hermel, häuslicher Gewalt, überteuerter Telekommunikation… Diese Probleme existierten schon vor der Ankunft der syrischen Flüchtlinge und unsere Politiker haben sie nicht gelöst.
11কিন্তু আমাদের রাজনীতিবিদেরা সেগুলোর কোন সমাধান করেন নি।Nie wollen sie irgendetwas lösen, das haben sie nie getan.
12তারা কোন সমস্যারই সমাধান করতে চান না।Hier einige Beispiele derer, die teilgenommen haben:
13তারা অতীতেও কখনও কোন সমস্যার সমাধান করেন নি। যারা এই প্রচারাভিযানটিতে অংশগ্রহন করেছেন, তাদের কয়েকটি উদাহরণ এখানে দেয়া হলঃUnser Heim ist euer Heim, wenn ihr uns akzeptiert, eine Familie wie eine Familie und Brüder wie Brüder
14“এবং আমাদের বাড়ি আমাদের বাড়ি হবে যদি আমরা আমাদের পিতামাতাকে পিতামাতা, ভাইকে ভাই হিসেবে মেনে নিই।
15আমি একজন সিরিয়ানের সাথে দেখা করেছিলাম, যিনি আমাদের দুইজন কেই গর্বিত করেছেন।Ich traf einmal einen Syrer, er machte uns beide stolz.
16উপরেঃ মানবতাবাদী।Oben: Der Humanist.
17নিচেঃ বর্ণবাদীUnten: Der Rassist.
18সে অপমানকর মৃত্যুর [আমাদের দেশে] মৃত্যু [তার দেশে] থেকে রেহাই পাননি।Er ist nicht dem Tod entkommen, um an der Erniedrigung durch dich zu sterben.
19প্রতিটি সিরিয়ানই ক্রিমিনাল নয় আবার প্রতিটি লেবানিজই নিষ্পাপ নয়।Nicht jeder Syrer ist kriminell und nicht jeder Libanese ist unschuldig.
20সিরিয়ান শরণার্থীরা আমাদের মতঃ তাঁরা বাঁচতে পারে না।Der syrische Flüchtling ist Mensch wie du: Er kann nicht leben.
21দুর্নীতিগ্রস্ত শাসকশ্রেণীর প্রতি আপনার রাগ ঝারুন।Richte deinen Ärger gegen die korrupte und übersättigte herrschende Klasse.
22সিরিয়ান হওয়ার আগে আমি একজন মানুষIch bin erst Mensch und dann Syrer.
23বর্ণবাদকে না বলুন।Nein zu Rassismus!
24লেবানন একটি ছোট্ট দেশ, কিন্তু এর হৃদয় অনেক বড়।Der Libanon ist ein kleines Land, aber hat ein großes Herz.
25আমাদের ৯০ শতাংশ বাড়ি সিরিয়ানদের তৈরি।90% unserer Häuser wurden von Syrern gebaut.
26আপনি বর্ণবাদী হলে, আপনার ঘর ছেড়ে দিন।Perfektioniere deinen Rassismus und verlasse dein Haus.
27এমনকি কিছু লোক আবার ঔপনিবেশিক উত্তরাধিকারেরও সমালোচনা করেছেন।Einige gingen noch etwas weiter und kritisierten das Kolonialerbe.
28যেহেতু এক দেশের সীমানা অতিক্রমের মাধ্যমে ‘অভিবাসন' হয়ে থাকে … তাই আমি ‘স্বাগত' জানাতে পারিনা, কারণ, সেটি শুধুমাত্র আমার দেশ নয়। এবং তারা এমনকি একটি হাইওয়েতে একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দিয়েছেন:Wer auch immer diese Erde unterteilt hat, so dass “Einwanderer” Grenzen passieren, um in ein anderes Land zu gelangen… Ich sage nicht “Herzlich Willkommen”, denn das ist nicht nur mein Land.
29প্রিয় সিরিয়াবাসী জনগণ, স্বাগতম!Selbst über der Autobahn wurde ein Transparent aufgehängt:
30লেবাননের হৃদয়ে আপনাদের স্বাগতম।Lieber Syrer, herzlich Willkommen im Herzen des Libanon.