Sentence alignment for gv-ben-20131021-39568.xml (html) - gv-deu-20131018-17316.xml (html)

#bendeu
1“আমার শরীরই আমার অস্ত্র!”, স্পেনে গর্ভপাতের অধিকার দাবি করল ফিমেন“Mein Körper ist meine Waffe!”, Femen kämpft in Spanien für das Recht auf Abtreibung
2সূত্রঃ ফিমেনQuelle: FEMEN
3আইনমন্ত্রী আলবার্তো রুইজ-গ্যালার্ডোন [স্প্যানিশ] এর বক্তৃতায় ব্যাঘাত ঘটানোর পর ফিমেন নামের একটি সংস্থা কংগ্রেসে “গর্ভপাত পবিত্র!” বলে চিৎকার শুরু করে।Nachdem sie die Rede des Justizministers, Alberto Ruiz-Gallardón [es], im Parlament mit den Rufen „Abtreibung ist heilig!“ unterbrochen hatten, gingen die Aktivistinnen der Organisation Femen [en] in Spanien am 12. Oktober in Madrid, während der Feierlichkeiten zum Tag der Hispanität, zum ersten Mal auf die Straße.
4গত ১২ অক্টোবর তারিখে প্রথমবারের মতো এটি স্পেনের রাজধানী মাদ্রিদের রাস্তায় নেমে আসে। সেখানে তখন কলাম্বাস দিবস পালন করা হচ্ছিল।“Selbstverständlich werden wir weitermachen und unseren Protest fortführen” betonte Lara Alcázar, Anführerin der Femen-Bewegung in Spanien, nachdem sie von einer möglichen Strafverfolgung wegen Störung der öffentlichen Ordnung nach den Ereignissen im Parlament wieder freigelassen wurde.
5স্পেনে ফিমেন আন্দোলনের নেতা লারা আলকাজার বলেছেন, “অবশ্যই, আমরা আরো সামনে যাবো এবং অবশ্যই আমরা প্রতিবাদ করতেই থাকবো”।
6তাঁর বিরুদ্ধে কংগ্রেসে একটি ঘটনার প্রেক্ষিতে বিচ্ছৃঙ্খল আচরণ করার অভিযোগ আনা হয় এবং তা থেকে অব্যাহতি দেয়ার পর তিনি এ কথা বলেন।
7জাতীয় পতাকা উত্তোলন, সামরিক প্যারেড এবং অন্যান্য দেশপ্রেমিক প্রতীকের মাঝে আরো একবার মহিলারা তাঁদের অঙ্গ-প্রত্যঙ্গ সহ প্রতিমূর্তি বিবস্ত্র করেছে।
8স্পেনে এভাবেই তাঁরা তাঁদের প্রথম দাপ্তরিক প্রতিবাদ জানায়।
9তাঁদের ব্যানারের সাথে সাথে তাঁদের বুকে এবং তাঁদের অঙ্গ-প্রত্যঙ্গসহ বিবস্ত্র প্রতিমূর্তিতে স্লোগান লিখে তাঁরা প্রতিবাদ জানায়।
10যেমন “আমি মুক্ত”, “ফিম্যান লিঙ্গ-চরমপন্থী” এবং “আমার শরীরই আমার অস্ত্র” প্রভৃতি বলে তাঁরা স্লোগান দিয়েছে।
11সূত্রঃ ফিমেনUnd so ist es geschehen.
12এই বিতর্কিত সংস্থা থেকে সক্রিয় কর্মীদের প্রতিবাদ জানাতে যে কারনটি ইন্ধন জুগিয়েছে, তা হচ্ছে আইনমন্ত্রীর সংস্কার [স্প্যানিশ] সিদ্ধান্ত। তিনি জোর দিয়েছেন, বর্তমান আইনের সংস্কার করা হবে।Zwischen spanischen Flaggen, Militärparaden und weiteren patriotischen Symbolen entblößten die Frauen erneut ihre Oberkörper und führten ihre erste offizielle Aktion in Spanien fort, diesmal begleitet mit Parolen auf ihren Plakaten, Brüsten und Oberkörper wie “Ich bin frei”, “Femen Sextremista” und “Mein Körper ist meine Waffe”.
13পুরনো আইনে মহিলাদের গর্ভধারনকালের ১৪ তম সপ্তাহ পর্যন্ত কোন কারন দাবি করা ছাড়াই তাঁদের গর্ভাবস্থার সমাপ্তি ঘটানোর অনুমতি দেয়া হয়। তবে বর্তমান আইনে তা থাকবে না।Der Grund, der zu den Protesten dieser umstrittenen Organisation geführt hat, ist die vom Justizminister angekündigten Reform [es], die das aktuelle System, das es den Frauen erlaubt, eine Abtreibung ohne Begründung bis zur 14. Schwangerschaftswoche durchzuführen, beenden soll.
14বর্তমান আইনটি অপ্রাপ্তবয়স্কদের, ১৬ বা ১৭ বছর বয়সে পিতামাতার অনুমতি ছাড়া গর্ভপাত ঘটানোর অধিকারটিকেও বাতিল করে দিবে।Außerdem würde den jungen Frauen zwischen 16 und 17 Jahren das Recht ohne die Erlaubnis der Eltern abzutreiben entzogen werden.
15ফিমেন সংস্থাটি স্প্যানিশ সরকারকে লিঙ্গবাদী বলে অভিযোগ করেছে, যারা গির্জার চিন্তাধারার মধ্যেই আবদ্ধ এবং তাঁরা নারী বিদ্বেষী আচরণ করছে।
16এটি উদ্বেগ প্রকাশ করেছে যে, স্পেন সরকার নারীদের স্বাধীনতার চেয়ে বিপদের উপর বেশী জোর দিচ্ছে।Femen beschuldigt die spanischen Regierung sie sei chauvinistisch, nah an der Kirche und frauenfeindlich.
17পরিশেষে তাঁরা বলেছে, যদি নৈতিকতা এবং ধর্মই গ্যালার্ডনের কাছে পবিত্র হয়ে থাকে, তবে তাঁদের উদ্দেশ্যে আমরা বলছি, নিজের শরীর নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র নারীরই আছে।Die Organisation betont ihre Sorge darüber, “dass die Freiheit der Frauen in Spanien in Gefahr sei” und kommt zu der Schlussfolgerung, dass, wenn für Gallardon seine Moral und Religion heilig sind, so ist es für sie die Selbstbestimmung der Frauen über ihren eigenen Körper.
18শেষে মাদ্রিদে একটি ফিমেন সেন্টার খোলার তাঁদের পরবর্তী পদক্ষেপের কথা তাঁরা নিশ্চিত করেছে।
19এতে করে স্পেনে সংস্থাটির আরো শক্তিশালী একটি ঘাঁটি তৈরি হবে এবং তাঁরা উন্নতির পথে প্রতিবাদ চালিয়ে যেতে দেবে। টুইটার ব্যবহারকারীদের কিছু মন্তব্য নিচে দেয়া হলঃZum Abschluss versichern sie, dass ihr nächster Schritt die Eröffnung einer Femen-Filiale in Madrid sein wird, um den Kern der Organisation in Spanien zu stärken, damit die Proteste weitergeführt werden können.
20এটি যেন একটি বিশেষ গর্ভপাত আইন।Hier einige Twitter-Kommentare:
21যাদের অর্থসম্পদ নেই, তাদেরকে দমানো হয়েছে।Ein Abtreibungsgesetz um besonders die Mittellosen fertigzumachen.
22আর যাদের টাকা আছে, তাঁরা গর্ভপাত করাতে অ্যারোপ্লেনে চড়ে দেশের বাইরে যাবে।
23সত্য কথা হল, গর্ভপাত-বিরোধী আইনটি ততটা খারাপ নয়।Die, die Geld haben, fliegen ins Ausland zum abtreiben
24আমাদের যদি টাকা না থাকে, তবে আমরা সব সময় আমাদের বাচ্চাদের যাদুর স্যান্ডউইচ খাওয়াতে পারি।Um ehrlich zu sein, ist das Abtreibungsgesetz doch nicht so schlecht, wenn wir kein Geld haben, können wir doch unsere Kinder mit Zauberbrötchen füttern.
25তাঁরা সে সব লোকেদের ভোট দেয়, যারা একটি সংকটের মাঝখানে এসে গর্ভপাত নিয়ে ভাবে।
26তাঁরা তাঁদের জন্য ভাবে, যারা স্পেনকে আবার ফ্রাঙ্কো বছরগুলোতে ফিরিয়ে নিয়ে যেতে চায়…এবং সেভাবেই এটি এগোচ্ছে।Es werden die Leute gewählt, die mitten in der Krise sich um Abtreibung sorgen, die Spanien zurück in die Franco Zeit sehen möchten… und so läuft es.
27তাঁরা আমাকে ফ্যাসিবাদী বলে। যদি স্পেনকে ভালোবাসা এবং দেশের একতা ও জীবনকে বাঁচানো আমার “পাপ” হয়, তবে আমি গর্ভপাতকে না বলবো!die NENNEN mich FASCHIST wenn meine “Sünden” sind SPANIEN UND IHRE EINIGKEIT ZU LIEBEN UND DAS LEBEN ZU VERTEIDIGEN “NEIN ZUR ABTREIBUNG!”
28আমি একাই তা করবো!ICH BIN ES