Sentence alignment for gv-ben-20130602-35588.xml (html) - gv-deu-20130306-14662.xml (html)

#bendeu
1ভেনেজুয়েলাঃ হুগো শাভেজ মারা গেছেনVenezuela: Hugo Chávez ist tot
2আজ সন্ধ্যায়, ভাইস-প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হুগো শাভেজ ফ্রিয়াসের মৃত্যু সংবাদ ঘোষণা করেন।Am gestrigen späten Nachmittag hat der Vizepräsident Nicolás Maduro die Öffentlichkeit darüber informiert, dass der venezolanische Präsident Hugo Chávez Frías verstorben ist.
3প্রেসিডেন্ট শাভেজ ২০১০ সাল থেকে ক্যান্সারে ভুগছিলেন এবং কিউবায় এর জন্য চারবার চিকিৎসা নেন।Chávez kämpfte seit 2010 gegen den Krebs und hat sich deswegen wenigstens vier Mal in Kuba behandeln lassen.
4২০১২ সালের ৭ অক্টোবর, নির্বাচনে জয়লাভের পর, যা তাকে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিশ্চিত করেছে, তিনি ডিসেম্বরে ঘোষণা দেন যে তাকে আরেকটি অস্ত্রোপচারের জন্য কিউবা যেতে হবে।Nach seinem Wahlsieg am 7. Oktober 2012, wodurch er bis 2019 im Amt bestätigt wurde, verkündete er im Dezember, dass er sich in Kuba einem weiteren Eingriff unterziehen müsse.
5৮০ দিনেরও বেশি সময় পর্যন্ত তিনি মিডিয়ার সামনে আসেন নি, শ্বাস-প্রশ্বাসের জটিলতা ও ক্যান্সার বৃদ্ধির কারণে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে।Mehr als 80 Tage später, während derer er sich nicht in der Öffentlichkeit zeigte, verschlechterte sich sein Gesundheitszustand aufgrund von Komplikationen mit der Atmung und dem fortschreitenden Krebs.
6টুইটার ব্যবহারকারীরা মাদুরোর ঘোষণার সাথে সাথেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।Die Twitter-User reagierten unverzüglich auf die Nachricht von Maduro.
7@মারুজাতারে [es] লিখেছেন:@marujatarre schreibt:
8@মারুজাতারে: মানুষটি মারা গেলেন এবং এক কাহিনী শুরু হল, এটি অপরিহার্য।@marujatarre: Es stirbt der Mensch und es beginnt die Legende, das ist unvermeidlich.
9হুগো শাভেজ ফ্রিয়াস, ক্রিয়েটিভ কমন লাইসেন্সের অধীনে বারনার্ডো লনডয়ের সৌজন্যে (সিসি বিওয়াই-এনসি-এসএ ২.Hugo Chávez Frías, Foto von Bernardo Londoy (Creative Commons-Lizenz) (CC BY-NC-SA 2.0)
10০) মারডি (@মারডিসিয়েন্টা) [es] শাভেজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেনঃMardi (@mardicienta) ist Chávez dankbar:
11@মারডিসিয়েন্টা: আমার সেনানী, আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য কখনোই আপনাকে ধন্যবাদ দেয়া সম্ভব নয়।@mardicienta: Ich werde es nie schaffen, dir zu danken für das, was du für uns getan hast, mein Kommandant.
12আপনার বিপ্লবের বীজ সর্বদা প্রস্ফুটিত থাকবে!Dein Erbe wird in dieser Revolution der Liebe ewig währen!
13এর মধ্যে @লাডিভাইনাডিভা [es] ঘোষণা দিয়েছেঃWährend @LaDivinaDiva sagt:
14@লাডিভাইনাডিভা: এবং আশা করা যায় যে এখন আমরা অপ্রয়োজনীয় সাহসিকতা বাদ দিয়ে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব বুঝতে পারব@LaDivinaDiva: und hoffentlich begreifen wir, dass wir uns nicht in unnötigen Konfrontationen aufreiben dürfen und versuchen sollen, unsere Probleme friedlich zu lösen.
15হুগো শাভেজ ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভেনেজুয়েলায় ক্ষমতাসীন ছিলেন।Hugo Chávez regierte Venezuela von 1999 bis 2013.
16তিনি ৪টি প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন এবং নতুন সংবিধান প্রতিষ্ঠা করেন।Er gewann vier Präsidentschaftswahlen und führte eine neue Verfassung ein.
17তার সাম্রাজ্যবাদ-বিরোধী সরকার পদ্ধতি সারাবিশ্বে পরিচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমালোচিত, যদিও তার দেশ যুক্তরাষ্ট্রের তেলের উৎস ছিল।Sein Regierungsstil wird weltweit betrachtet als eine anti-imperialistische Ideologie, die vor allem von den Vereinigten Staaten kritisiert wurde, obwohl Venezuela einer ihrer Öllieferanten war.
18তিনি ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের মধ্যে সংহতির জন্য কিছু প্রস্তাব দিয়েছিলেন।Chávez trieb auch einige Vorhaben zur regionalen Integration in Lateinamerika und der Karibik voran.
19নিজের দেশে, তার শাসনামলে উচ্চমূল্যে তেল রপ্তানির মাধ্যমে অর্জিত অর্থ দেশের দরিদ্র জনগণের জন্য জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে ব্যয় করেন।Innenpolitisch widmete er einen großen Teil seiner öffentlichen Politik den Benachteiligten in seinem Land. Die Gewinne aus dem Erdöl, welche die Regierung durch die hohen Preise für fossile Brennstoffe erwirtschaftete, investierte er in Sozialprogramme.
20ভেনেজুয়েলায় শাভেজ সমর্থক ও বিরোধীদের দ্বন্দ্বের কারণ হিসেবে উল্লেখিত বিভক্ত রাজনীতিনিয়ে আলোচনা অপরিহার্য, যা দুই দ্বন্দ্বমুখর অবস্থার পরিপ্রেক্ষিতে বহু বিষয়কে জটিল করে তুলেছে।In Venezuela ist es unvermeidlich, über die politische Polarisierung [es] zu reden, die die Venezolaner all die Jahre in Chavisten und Antichavisten geteilt hat. Dadurch ist es schwieriger, viele Dinge zu verstehen, da es immer zwei absolut konträre Standpunkte gibt.
21তারপরও, প্রেসিডেন্টের মৃত্যু এক জাতীয় শোক পালনের সময়।Dennoch führt der Tod des Präsidenten im ganzen Land zu Trauer.