Sentence alignment for gv-ben-20150913-48934.xml (html) - gv-deu-20150515-28275.xml (html)

#bendeu
1নিহত হলেন এই বছরের তৃতীয় বাংলাদেশী মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশBangladesch: Ananta Bijoy Das, dritter liberaler Blogger in diesem Jahr ermordet
2অনন্ত বিজয় দাশ।Ananta Bijoy Das.
3তাঁর ফেসবুক পেজ থেকে ছবিFoto mit freundlicher Genehmigung von seiner Facebookseite
4বাংলাদেশের অনলাইন প্রগতিবাদীদের জন্য এটা একটা বিষণ্ণ দিন।Alle Links führen, sofern nicht anders gekennzeichnet, zu englischsprachigen Webseiten.
5মঙ্গলবার সকালে বাংলাদেশের পঞ্চম বৃহত্তম শহর, সিলেটে বিজ্ঞানমনস্ক লেখক এবং ব্লগার অনন্ত বিজয় দাশকে তিন-চার জন মুখোস পরা, চাপাতিধারী আততায়ী কুপিয়ে হত্যা করে।Es war ein trauriger Tag für Online-Aktivisten in Bangladesch. Am Dienstagmorgen wurde der Wissenschaftsjournalist und Blogger Ananta Bijoy Das von einer Gruppe von drei oder vier maskierten Angreifern mit Macheten in Sylhet, der fünftgrößten Stadt Bangladeschs, ermordet.
6এই নিয়ে এবছরে বাংলাদেশের এটি তৃতীয় ঘটনা যাতে ধর্ম নিরপেক্ষতার প্রবক্তা একজন লেখককে ধর্মীয় চরমপন্থীদের হাতে নিহত হতে হল। ৩৩ বছরের দাশ একটি ব্যাঙ্কে কাজ করতেন।Es war der dritte Mord dieser Art in diesem Jahr, bei dem ein Journalist, der sich für säkulares Denken einsetzte, mutmaßlich von religiösen Extremisten umgebracht wurde.
7সেই সঙ্গে তিনি যুক্তি নামক একটি পাক্ষিক পত্রিকার সম্পাদক এবং সিলেটের বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির সংগঠক ছিলেন।Der 33-jährige Das war hauptberuflich Banker und zudem Redakteur bei dem vierteljährlich erscheinenden Magazin Jukti (Logik) und Vorsitzender des Wissenschafts- und Rationalistenrates mit Sitz in Sylhet.
8তিনি বিজ্ঞান এবং যুক্তিবাদী চিন্তাভাবনার উপর চারটি বই লিখেছিলেন এবং গণজাগরণ মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন। গণজাগরণ মঞ্চের জন্ম হয়েছিল ইসলামি দল এবং দণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের মৃত্যুদণ্ড নিষিদ্ধ করার দাবিতে করা শাহবাগ আন্দোলন থেকে।Er war Autor von vier Büchern über Wissenschaft und kritisches Denken und engagierte sich im Ganajagaran Mancha, einem Forum, das aus den Shahbag-Protesten heraus entstanden war und ein Verbot für islamistische Parteien sowie die Todesstrafe für verurteilte Kriegsverbrecher fordert.
9দাশ মুক্ত মনা নামক একটি বাংলা ব্লগের একজন প্রশাসক ছিলেন যে ব্লগটি সামাজিক পরিবর্তনের জন্য এপ্রিল ২০১৫ তে ডয়েচে ওয়েলের প্রখ্যাত ববস পুরষ্কার অর্জন করেছিল।Das war außerdem Administrator für den Blog Mukto-Mona (Freie Denker), der im April 2015 mit dem Bobs-Award der Deutschen Welle in der Kategorie Social Change ausgezeichnet wurde.
10দোহা সেন্টার অফ ইন্টারনেট ফ্রিডম অনুযায়ী:Laut dem Doha Centre of Internet Freedom:
11যদিও দাশ মুক্তমনায় প্রধানত বিজ্ঞান এবং বিবর্তন নিয়েই লিখতেন কিন্তু ইসলাম এবং হিন্দুত্বের কিছু বিষয়ের সমালোচনা করে তিনি একাধিক ব্লগ লিখেছিলেন।Während ein Großteil von Das' Beiträgen für Mukto-Mona von Wissenschaft und Evolution handelte, schrieb er auch eine Reihe von Posts, in denen er manche Aspekte des Islam und des Hinduismus kritisierte.
12মঙ্গলবার ভোরে তিনি ফেসবুকে ক্ষমতাসীন আওয়ামী লীগ পার্টির স্থানীয় সাংসদকে দেশের বিশিষ্ট ধর্মনিরপেক্ষ কল্পবিজ্ঞানের লেখকের সমালোচনা করার জন্য তুলোধোনা করেছিলেন।Das griff in Kommentaren bei Facebook, die am frühen Dienstag veröffentlicht wurden, einen lokalen Abgeordneten der Regierungspartei Awami-Liga für seine Kritik an einem der führenden säkularen Science-Fiction-Schriftsteller Bangladeschs an.
13বাংলাদেশ একটি মুসলিম প্রধান রাষ্ট্র হলেও খাতায় কলমে ধর্মনিরপেক্ষ।Bangladesch, ein mehrheitlich muslimisches Land, ist offiziell ein säkularer Staat.
14কিন্তু গত এক দশকে যারাই ধর্মকে চ্যালেঞ্জ জানিয়েছে তাদের বার বার ইসলামি চরমপন্থিদের নিশানা হতে হয়েছে।.Doch Menschen, die die Religion kritisiert haben, wurden im vergangenen Jahrzehnt immer wieder von islamistischen Extremisten angegriffen.
15এই হুমকির প্রকৃতিও স্থানীয় থেকে ক্রমে আন্তর্জাতিক হয়ে উঠেছে।Die Art der Drohungen haben sich zudem von einer lokalen auf eine internationale Ebene ausgeweitet.
16মাত্র এক সপ্তাহ আগে ভারতীয় উপমহাদেশের আল কায়েদা (একিউআইএস) দাবী জানিয়েছিল যে তারাই গত ২৬শে ফেব্রুয়ারি বাংলাদেশি-মার্কিনী ব্লগার অভিজিত রায়কে (মুক্ত মনা ব্লগের প্রতিষ্ঠাতা) হত্যা করেছে, যে হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর জখম হয়েছিলেন।Vor nur einer Woche bekannte sich al-Qaida auf dem indischen Subkontinent (AQIS) zur Ermordung des bangladeschisch-amerikanischen Bloggers Avijit Roy (Gründer des Mukto-Mona-Blogs) am 26. Februar.
17Bei dem Angriff wurde Roys Ehefrau Rafida Ahmed schwer verletzt.
18সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি বাংলাদেশ সরকারের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র সমালোচনা করে বলেছেন যে তার স্বামীর ওপর হামলা “একটি সুপরিকল্পিত, পূর্বনির্ধারিত অন্তর্জাতিক সন্ত্রাসবাদী হামলা।”In einem kürzlich veröffentlichten Interview griff sie die bangladeschische Regierung scharf an und beklagte deren Untätigkeit. Den Angriff auf ihren Mann bezeichnete sie als “gut organisiert, choreografiert - ein globaler Terrorakt”.
19৩০শে মার্চ আরেকজন ব্লগার ওয়াশিকুর রহমান যিনি অযৌক্তিক ধর্মীয় বিশ্বাসের বিরোধিতা করতেন তাকে ঢাকায় কুপিয়ে হত্যা করা হয়।Am 30. März wurde ein weiterer Blogger, Washiqur Rahman, der ebenfalls irrationalen, religiösen Glauben ablehnte, in Dhaka niedergemetzelt.
20দুইজন মাদ্রাসা (ইসলামি ধর্মীয় স্কুল) ছাত্রকে আটক করা হয় এবং তৃতীয় আততায়ী পালায়।Zwei Schüler einer Madrasa (Schule, in der islamische Wissenschaften unterrichtet werden) wurden festgenommen, ein dritter Angreifer konnte fliehen.
21রায় এবং রহমান উভয় মামলাই এখনো বিচারাধীন।Sowohl Roys, als auch Rahmans Fall sind Gegenstand von Gerichtsverfahren.
22বেশকিছু দিন ধরেই দাশ চরমপন্থীদের হিট লিস্টে ছিলেন এবং প্রথম বার ২০১৩ সালে সরকারের কাছে ইসলামি মৌলবাদীরা যে ৮৪ জন ব্লগারের তালিকা নাস্তিক এবং ধর্মের প্রতি অবমাননাকর বলে জমা করেছিল তাতে তার নাম ছিল।Das befand sich seit geraumer Zeit auf der Abschussliste von Extremisten. Sein Name führte eine Liste mit insgesamt 84 Namen von Bloggern [bn] an, die nach Ansicht von islamistischen Hardlinern als atheistisch und blasphemisch gelten.
23চরমপন্থি দল আনসার বাংলার টুইট অনুযায়ী একিউআইএস দাশকে হত্যা করেছে বলে দাবী জানিয়েছে।Diese Liste wurde 2013 an die Regierung weitergeleitet. Laut Tweets der Extremistengruppe Ansar Bangal Team, bekannte sich AQIS zu dem Mord an Das.
24বিবৃতিতে বলা হয়েছে “আরেকটা ফাইল বন্ধ হল!In der Mitteilung war zu lesen: “Eine weitere Akte geschlossen!
25পরের নিশানার জন্য তৈরি থাকুন”।Seien Sie gespannt auf das nächste Opfer.”
26একিউআইএস-এর বিবৃতির স্ক্রিনশটScreenshot der Mitteilung von AQIS
27দাশের মৃত্যু নিয়ে দ্রুত ক্ষোভ ছড়িয়ে পড়ে।Schnell verbreitete sich Wut über Das' Tod.
28বিশিষ্ট ব্লগার আরিক জেবতিক ফেসবুকে লিখেছেন:Der bekannte Blogger Arif Jebtik schreibt bei Facebook:
29লিখতে, বলতে, ভাবতে কোনো কিছুতেই আগ্রহ পাই না।Ich habe keinerlei Antrieb irgendetwas zu schreiben, zu sagen oder zu denken.
30৮৪ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়েছিল দুইবছর আগে, তালিকা থেকে নবম হত্যা হয়েছে আজকে সিলেটে।Vor zwei Jahren wurde eine Liste mit den Namen von 84 Bloggern an das Innenministerium weitergeleitet.
31তালিকা নিশ্চয়ই চূড়ান্ত নয়, গত ২ বছরে আরো নাম সেই তালিকায় নির্ঘাত যুক্ত হয়েছে।Der Neunte von der Liste wurde heute in Sylhet ermordet.
32কিন্তু অন্তত এই ৮৪ জনের ব্যাপারে গত ২ বছরে কোনো খোঁজখবর হয়নি, তাঁরা নিয়মিত বিরতিতে খুন হওয়া শুরু করেছেন।Diese Liste ist nicht vollständig, bestimmt wurden in den vergangenen zwei Jahren noch mehr Namen hinzugefügt.
33মাসিক কোটায় হত্যা শুরু হয়েছে হয়তো এটি সপ্তাহান্তের কোটায় উন্নীত হবে।Doch niemand bemühte sich, über die Sicherheit dieser 84 Individuen nachzudenken.
34৮৪ জন যাবে, আরো হাজার চুরাশির নাম তালিকায় আসবে।Einer nach dem anderen wird umgebracht, in regelmäßigen Abständen.
35খানিক আহাজারি হবে, সবখানেই একটা ফিসফিস-চুপচুপ ভাব, কিছু বিকৃত মানুষের উল্লাস-তারপর পরের হত্যার জন্য অপেক্ষা।Jetzt bringen sie jeden Monat jemanden um, vielleicht erhöhen sie ihre Geschwindigkeit auf einen Mord pro Woche. Diese Liste wird abgearbeitet werden, tausende Namen werden hinzugefügt werden.
36এই দেশে আইনবহির্ভূত সব হত্যাই জায়েজ হিসেবে মেনে নিয়েছে বৃহত্তর জনগোষ্ঠি, এখানে সবগুলো খুনই ‘বিচ্ছিন্ন ঘটনা'।Die Leute werden ein wenig um die Toten trauern, Schweigen, überall Stille, dämonische Freude bei manchen Perversen, dann warten alle auf den nächsten Mord.
37ব্লগার এবং প্রগতিবাদী রায়হান রশিদ সেইসব মুক্ত মনাদের স্মরণ করেছেন যাদের মুক্ত চিন্তার জন্য তাদের বাংলাদেশে আক্রান্ত বা নিহত হতে হয়েছে:In diesem Land wurden all diese Morde einfach so hingenommen, jeder Tod ist ein Einzelfall.
38বাক-স্বাধীনতার নিহত সৈনিকরা: #Hহুমায়ুনআজাদ #রাজিবহায়দার #অভিজিৎরায় #ওয়াশিকুর #অনন্তবিজয় ফটো সৌজন্য: মধুমণ্ডল pic.twitter.com/TC1wgjyCAwDer Blogger und Aktivist Rayhan Rashid gedenkt der Getöteten, die wegen ihres säkularen Denkens in Bangladesch angegriffen oder ermordet wurden:
39- রায়হান রশিদ (@rayhanrashid) May 12, 2015Gefallene Helden der Redefreiheit.
40@rayhanrashid ৯০ দিনের মধ্যে ৩ জনকে হত্যা করা হল।Foto mit freundlicher Genehmigung von: MadhuMondol
41বাংলাদেশের মুক্তমনারা জিহাদিদের সবচেয়ে সহজ নিশানা।3 Getötete in weniger als 90 Tagen.
42@RichardDawkins @NickCohen4 @TarekFatah - বিদিত (@bidit76) May 12, 2015Bangladeschs freie Denker sind die leichtesten Ziele der Dschihadisten.
43#Rajibhaidar #AvijitRoy #Wasiqurbabu #AnantaBijoy তালিকাটা ক্রমশ লম্বা হচ্ছে।Die Liste wird länger und länger.
44যতদিন আমাদের মধ্যে একজনও বেঁচে থাকবে, আমরা লড়াই চালিয়ে যাব। - রানা মেহের (@Rana_Meher) May 12, 2015Wir werden kämpfen, bis einer von uns am Leben bleibt.
45অনন্ত বিজয় দাশের শেষ পোস্টটি বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করেছেন অরুণাভ সিনহা:Ananta Bijoy Das' letzte Posts wurden von Arunava Sinha vom Bengalischen ins Englische übersetzt:
46নিহত বাংলাদেশী ব্লগার অনন্ত বিজয় দাশের শেষ পোস্ট, তাকে হত্যা করার কয়েক ঘণ্টা আগে লেখা http://t.co/YRuVn5yRkF @scroll_in - অরুণাভ সিনহা (@arunava) May 12, 2015Der letzte Post des ermordeten bangladeschischen Bloggers Ananta Bijoy Das, geschrieben eine Stunde bevor er umgebracht wurde
47আন্তর্জাতিক মানবতা ও নৈতিকতা সমিতি (আইএইচইইউ) একটি ব্লগে লিখেছে যে সম্প্রতি সুইডিশ পিইএন এর আমন্ত্রণে একটি সম্মেলনে বক্তব্য রাখার জন্য অনন্ত বিজয় দাশ ভিসার জন্য যে আবেদন করেছিলেন সেটা ঢাকার সুইডিশ দূতাবাস এই বলে নাকচ করে দিয়েছিল যে তিনি সেখানে পাকাপাকি ভাবে থেকে যেতে পারেন।Die International Humanist and Ethical Union (IHEU) schrieb in einem Blogbeitrag, dass Ananta Bijoy Das' Visumantrag für Schweden kürzlich von der schwedischen Botschaft in Dhaka abgelehnt wurde, da er möglicherweise hätte versuchen können, in Schweden zu bleiben. Das war vom schwedischen PEN eingeladen worden auf einer Konferenz zu sprechen.
48নির্বাসিত লেখিকা ও কলামনিস্ট তসলিমা নাসরিন সরকারকে দোষারোপ করেছেন:Der Exil-Schriftsteller und Kolumnist Taslima Nasrin macht dafür die Regierung verantwortlich:
49বাংলাদেশ সরকার ইসলাম-বিরোধী তকমা লাগার ভয় ইসলামবাদী-ঘাতকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করছে না।Die bangladeschische Regierung unternimmt nichts gegen die islamistischen Mörder, aus Angst als antiislamisch zu gelten.
50ইসলামবাদীরা বাংলাদেশে যা খুশি তাই করতে পারে।Islamisten können in Bangladesch machen was sie wollen.
51মনে হচ্ছে মুক্তমনা নাস্তিক যারা ইসলামের সমালোচনা করেন তাদের হত্যা করাই ওদের মূল কর্মসূচী। রাজীব হায়দর এ.Frei denkende Atheisten, die den Islam kritisieren, sind anscheinend ihr Hauptziel.
52কে.
53এম. শাফিয়ুর রহমান অভিজিত রায় ওয়াশিকুর রহমান বাবু অনন্ত বিজয় দাশ এরপর কে?Rajib Haider A.K.M Shafiur Rahman Avijit Roy Washikur Rahman Babu Ananta Bijoy Das Wer ist als nächstes an der Reihe?
54আগামীকাল হয়ত আপনি।Morgen vielleicht Sie.
55বা আমি।Oder vielleicht ich.
56ব্লগার হাসিব মাহমুদ লিখেছেন:Der Blogger Haseeb Mahmud schreibt:
57পুলিশের দায়িত্ব কি সেটা এই মুহুর্তে একটা প্রশ্ন।Was die Verantwortlichkeit der Polizei ist, bleibt derzeit noch zu klären.
58অভিজিৎ হত্যার কোন সুরাহা হয়নি।Sie konnten die Mörder von Avijit Roy nicht finden.
59ব্লগার রাজিব হত্যার মামলায় গ্রেফতার ও সেটার বিচার শুরু হলেও সেই হত্যাকান্ডের নাটের গুরু এখনো ধরা ছোঁয়ার বাইরে।Sie haben die Mörder des Bloggers Rajib verhaftet, doch der Drahtzieher läuft frei herum.
60অনন্ত বিজয়ের হত্যাকারিদের গ্রেফতার ও তাদের রাতারাতি বিচার শুরু হবে এটাও আশা করা কঠিন।Es fällt einem schwer zu glauben, dass die Mörder von Ananta Bijoy in naher Zukunft geschnappt werden oder ein Prozess gegen sie eröffnet wird.
61আমাদের করণীয় চাপাতির মুখে লেখা না থামানো।Es ist unser Vorrecht, nicht aufzuhören zu schreiben, selbst wenn wir von Macheten bedroht werden.
62লেখা থামালে জিতে যাবে আনসারুল্লাহ।Wenn wir aufhören zu schreiben, gewinnen sie.