Sentence alignment for gv-ben-20150704-49614.xml (html) - gv-deu-20150710-30797.xml (html)

#bendeu
1ফ্রান্সে বর্ণবাদ নিয়ে ন্যায়সঙ্গত আলোচনা শুরু করতে ইচ্ছুক “ফরাসি হিসেবে বেশ কালো” নামক তথ্যচিত্রFrankreich: Dokumentarfilm möchte eine ehrliche Diskussion über Folgen der Abstammung in Gang bringen
2“ফরাসি হিসেবে বেশ কালো” তথ্যচিত্রটির নমুনা হিসেবে প্রদর্শিত খন্ড চলচ্চিত্রের (ট্রেলার) একটি স্থির ছবি।Bildschirmfoto des Trailors zum Dokumentarfilm: Zu schwarz um französisch zu sein.
3“ফরাসি হিসেবে বেশ কালো” তথ্যচিত্রটি ইসাবেল বনি-ক্লাভেরি নির্মাণ করেছেন। তিনি ফরাসী বংশোদ্ভূত একজন আইভরিয়ান লেখিকা এবং চলচ্চিত্র নির্মাতা।Zu schwarz um französisch zu sein ist ein Dokumentarfilm von Isabelle Boni-Claverie, einer franko-ivorischen Autorin und Filmemacherin.
4অনাবিষ্কৃত ধারনা প্রদান এবং ফরাসি সমাজের অসাম্য ও বৈষম্য নিয়ে কথোপকথন শুরু করা বনি-ক্লাভেরির মূল লক্ষ্য।Boni-Claveries Ziel ist es, das Unerforschte zu zeigen und eine Diskussion über Ungleichheit und Diskriminierung in der französischen Gesellschaft in Gang zu bringen.
5তথ্যচিত্রটিতে ধারাভাষ্য রয়েছে এবং এরিক ফাসিন, প্যাপ এনদিয়া, একিলি এমবেম্বে, প্যাট্রিক সাইমন এবং এরিক শালায়ের মতো বিখ্যাত ফ্র্যাংকফোন (ফরাসী ভাষাভাষী) চিন্তাবিদ সহ বিভিন্ন গায়ের রঙের, নাম না জানা নানা জনের কাছ থেকে নেয়া সাক্ষ্য রয়েছে।Die Dokumentation umfasst Stellungnahmen und Analysen von angesehenen französischen Intellektuellen, wie Eric Fassin, Pap Ndiaye, Achille Mbembe, Patrick Simon und Eric Chalaye; ergänzt durch Interviews mit anonym bleibenden Zeitzeugen, die Farbige sind.
6তথ্যচিত্রের প্রধান কিছু কিছু বিতর্কে গণমাধ্যমের নানা ক্ষেত্রে সংখ্যালঘুদের সুস্পষ্ট অভাব, জাতি গঠনের বুননে ঔপনিবেশিক ইতিহাস স্বীকৃতির অভাব এবং কর্মক্ষেত্রে বৈষম্যের উপর পরিমাণগত তথ্যের অনুপস্থিতি লক্ষ্য করা যায়।Einige der Hauptargumente in der Dokumentation beziehen sich darauf, dass Minderheiten in den französischen Medien überhaupt keine Rolle spielen, dass sich in der Struktur der Nation keinerlei Anerkenntnis der kolonialen Geschichte widerspiegelt und, dass es zu wenig quantitative Daten über die Diskriminierung am Arbeitsplatz gibt.
7ফ্র্যাংকফোন (ফরাসী ভাষাভাষী) সামাজিক যোগাযোগ মাধ্যমে #তুসাইসক্যুতেসনয়েরএনফ্রান্সকুয়ান্দ ( অনুবাদঃ #যখন আপনি জানেন ফ্রান্সে আপনিই কালো…) হ্যাশট্যাগের মাধ্যমে তথ্যচিত্রটি আগুন জ্বালিয়ে দিয়েছে।In den frankophonen sozialen Medien heizte die Dokumentation einen trendigen Hashtag an: #TuSaisQueTesNoirEnFranceQuand (in Frankreich merkst du, dass du schwarz bist, wenn …).