# | ben | deu |
---|
1 | মিশর: সালাফিরা, আলেকজান্দ্রিয়ার মৎস্যকন্যার মূর্তি ঢেকে দিয়েছে | Ägypten: Salafisten verhüllen Statue einer Meerjungfrau |
2 | এই প্রবন্ধটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Dieser Artikel ist Teil unserer Sonderberichterstattung zur ägyptischen Revolution 2011. |
3 | সালাফিরা, মিশরের আলেকজান্দ্রিয়ায় অবস্থিত এক মৎস্যকন্যার মূর্তি ঢেকে দেয়। নেট নাগরিকরা এই কাজটিকে অদ্ভূত এক কাজ হিসেবে বিবেচনা করছে এবং তারা এর সমালোচনা করছে। | Salafisten haben in Alexandria, Ägypten, eine Statue einer Meerjungfrau verhüllt und damit Witze und Kritik von Netizens auf sich gezogen. |
4 | টুইটারকারীরা সংবাদ প্রদান করছে যে আল নুর সালফি দলের লোকেরা এই মূর্তি ঢেকে দিয়েছিল, যারা এর কাছে এক সভার আয়োজন করেছিল। | Twitterer berichteten, dass die Statue von der Salafisten-Partei Al Noor verhüllt wurde, die in der Nähe eine Versammlung abgehalten hat. |
5 | ফারাহ সাফান ব্যাখ্যা করছে : | Farah Saafan erklärt: |
6 | @ফারাহসাফান: আলেকজান্দ্রিয়ায় অবস্থিত মৎস্যকন্যার মূর্তির কাছে সালাফিরা এক সভার আয়োজন করে। | @FarahSaafan: Salafisten hatten eine Versammlung in der Nähe einer Meerjungenfrauenstatue in Alexandria. |
7 | তারা এই সভা চলাকালীন সময়ে উক্ত মৎস্যকন্যার মূর্তি ঢেকে রাখে। | Endete mit der Verhüllung der armen Meerjungfrau während der Versammlung. |
8 | এনজিজি টুইট করেছে : | EngyG witzelt: |
9 | @এনজিজি: আলেকজান্দ্রিয়ার এক মৎস্যকন্যার মূর্তি ঢেকে ফেলার মধ্যে দিয়ে আমরা সবাই নিঃসন্দেহে বেহেশতে যাচ্ছি। | @EngyG: Die Verhüllung einer Meerjungfrauenstatue in Alexandria bringt uns garantiert alle in den Himmel. |
10 | আমি আর অপেক্ষা করতে পারছি না। | Ich kann es nicht erwarten. |
11 | #ইজিপ্ট#আলেকজান্দ্রিয়া#সালাফি | #Egypt #Alexandria #Salafis |
12 | এই ঘটনায় রাচিদএইচ-এর প্রতিক্রিয়া : | RachidH reagiert: |
13 | @রাচিদএইচআমরা সপ্তম শতকের দিকে এগিয়ে যাচ্ছি | @RachidH: Vorwärts ins 7. Jahrhundert |
14 | এবং মোস্তাফা হুসাইন এই সংবাদকটি বিশ্বাস করেননি এবং তিনি নিজের চোখে এই কর্মটি দেখতে চেয়েছেন: | Und Mostafa Hussein kann es nicht glauben und will die Tat mit eigenen Augen sehen: |
15 | @মোসাফতাসা: আলেকজান্দ্রিয়ায় কি একটা মৎস্যকন্যার মূর্তি আছে? | @mosftasa: Haben wir eine Statue einer Meerjungfrau in Alexandria? |
16 | আর কেউ কি সেটা অবগুণ্ঠন দিয়ে ঢেকে দিয়েছে? | UND jemand verhüllte sie mit einem Schleier? |
17 | দয়া করে এর লিঙ্ক এবং ছবি প্রদান করুন। | Link und Fotos bitte. |
18 | আল মাসরি আল ইয়ূম নামক সংবাদপত্র, এই ঘটনার প্রমাণ হিসেবে টুইটারে একটি ছবি পোস্ট করেছে। | Die Zeitung Al Masry Al Youm stellt den Beweis in einem Foto bei Twitter zur Verfügung |
19 | ঢেকে রাখা অবস্থায় এবং উন্মুক্ত মৎস্যকন্যার মূর্তির ছবি। | Die verhüllte und unverhüllte Meerjungfrau. |
20 | টুইটারে পোস্ট করেছে আল মাসরি আল ইয়াম। | Veröffentlicht bei Twitter von Al Masri Al Youm |
21 | ফোর কর্নার মিডিয়া আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে এ ধরনের ঘটনা খুব সাধারণ, তারা ইরাকের এ রকম ঘটনার এক উদাহরণ আমাদের সমানে তুলে ধরছে: | Four Corners Media erinnert uns daran, dass solche Ereignisse nur zu häufig sind und nennt ein Beispiel aus dem Irak: |
22 | @ফোরসিএম: @জাস্টআমিরা @এনএফএম; ২০০৪ সালে ইরাকের নাসিরিয়ায় একই ঘটনা ঘটেছিল, বক্ষ উন্মুক্ত রাখার অভিযোগে এক সুমেরীয় নারী মূর্তির ক্ষতি সাধন করা হয়। | @FourCM: @JustAmira @nfm dasselbe passierte 2004 in Nasiriyah, eine weibliche sumerische Statue wurden wegen ihrer entblößten Brüste verunstaltet |
23 | আমাদের সম্মিলিত মানব ঐতিহ্য, সংস্কৃতি এবং শিল্পের প্রতি সালাফিরদের যে প্রতিক্রিয়া, তা আমাদের সামগ্রিকভাবে ২০০১ সালে তালেবানদের দ্বারা প্রাচীন বৌদ্ধ মূর্তি ধবংসে কথা স্মরণ করিয়ে দেয়। | Die Reaktion vieler Salafisten auf unser gemeinsames menschliches Erbe, Kultur und die Künste ist eine ernst zu nehmende Erinnerung an die Taliban, die 2001 in Afghanistan antike Buddha-Statuen zerstörten. |