Sentence alignment for gv-ben-20120424-25249.xml (html) - gv-deu-20120429-7771.xml (html)

#bendeu
1আরব বিশ্ব: বিপ্লবে যে প্রযুক্তিগুলো দরকারArabische Welt: Kommunikationstechnologie in Zeiten der Revolution
2আরব উত্থানগুলো পরিবর্তন আনার ক্ষেত্রে সামাজিক মিডিয়া এবং মোবাইল প্রযুক্তির ভূমিকা সম্পর্কে একটি বিতর্ক সৃষ্টি করেছে।Alle Links in diesem Artikel führen, sofern nicht anders gekennzeichnet, zu englischsprachigen Webseiten.
3ঐ বিষয়ে আপনি যে সিদ্ধান্তেই আসুন না কেন এক্টিভিস্টরা নিশ্চয়ই নতুন প্রযুক্তির ব্যাপক সম্ভার ব্যবহার করবেন এবং আমরা এই পোস্টে সেগুলোর কয়েকটির উপর দৃষ্টিপাত করবো।Die arabischen Aufstände haben eine Debatte über die Rolle der sozialen Netzwerke und mobilen Kommunikationstechnologien und ihren Beitrag zum Wandel ausgelöst. Zu welchem Ergebnis man auch kommen mag - Aktivisten verwenden ein breites Spektrum neuer Technologien.
4আপনার গ্রেফতার রিপোর্টIn diesem Beitrag werden wir einige betrachten.
5আরব উত্থানের প্রারম্ভে অনেক ব্লগার এবং এক্টিভিস্ট গ্রেপ্তার হয়েছে।Die eigene Verhaftung mitteilen Seit Beginn der arabischen Aufstände sind viele Blogger und Aktivisten verhaftet worden.
6সিরিয়াতে শুধু গত কয়েক মাসে রিমা দালি, সাফানা বাগলেহ, আলি মাহমুদ ওথমান, রাজান ঘাজ্জাউয়িকে হাজতে ঢোকানো হয়েছে।Allein in Syrien wurden in den vergangenen Monaten Rima Dali, Safana Baqleh, Ali Mahmoud Othman und Razan Ghazzawi verhaftet.
7মিশরে গ্রেপ্তারকৃতদের মধ্যে মাত্র কয়েকজন হলেন মাইকেল নাবিল সানাদ, আলা আব্দ এল ফাত্তাহ এবং আমর ঘ্রাবেয়া।Maikel Nabil Sanad, Alaa Abd El Fattah und Amr Gharbeya sind nur einige Namen von vielen, die in Ägypten inhaftiert wurden.
8তিউনিশিয়া এবং বাহরাইনের মত দেশের পাশাপাশি মিশরে ঢুকতে না দিয়ে তদন্ত করার নাম করে কায়রো এয়ারপোর্টে আটকে রাখা ব্লগার অথবা এক্টিভিস্টদের কথা বাদ দিলেও এই কয়টি দেশ।Von Ländern wie Tunesien und Bahrain ist dabei noch gar nicht die Rede, oder von Vorfällen, bei denen Bloggern oder Aktivisten die Einreise nach Ägypten verweigert und sie am Flughafen von Kairo zum Verhör festgehalten worden sind.
9ব্লগার এবং এক্টিভিস্টদের কাউকে কাউকে পরে মুক্তি দেয়া হলেও গ্রেপ্তারের সময় তাদের অনেকে কি ঘটছে একথা তাদের আইনজীবি ও পরিবারের সদস্যদের বলারও সময় পায়নি।Einige dieser Blogger und Aktivisten wurden später wieder entlassen; doch während ihrer Verhaftung hatten viele keine Zeit, ihren Anwalt und ihre Familie zu benachrichtigen.
10আর এখানেই প্রযুক্তি একটি ভূমিকা পালন রাখতে পারে।In dieser Situation spielt die Kommunikationstechnologie eine Rolle.
11সামান্য আগে গ্লোবাল ভয়েসেস এডভোকেসি প্রদায়ক রামি রুফ এরকম একটি প্রযুক্তিগত সমাধান এতমাসাক্ত সম্পর্কে বলেছেন:Ramy Raoof, ein Mitarbeiter von Global Voices Advocacy, hat vor einiger Zeit über eine dieser technischen Lösungen berichtet: Etmasakt.
12@রামিরুফ: আমাদের বন্ধু মোহাম্মেদ হুসেন (@৭আলোলি) এই ব্যবহারিক প্রযুক্তিটি http://bit.ly/Etmasakt তৈরী করেছেন যা দিয়ে আপনি গ্রেপ্তার হয়ে যাওয়ার সময় মানুষকে সতর্ক করতে পারেন।@RamyRaoof: Unser Freund Mohamed Hussien(@7aloli) hat diese Applikation http://bit.ly/Etmasakt entwickelt, um Personen zu alarmieren, wenn du verhaftet wirst.
13#মিশর #অ্যান্ড্রয়েড#Egypt #Android
14এতমাসাক্ত আপনাকে বহু নম্বরে (পরিবার, আইনজীবি, এক্টিভিস্ট ইত্যাদি) ক্ষুদে বার্তা পাঠানোর পাশাপাশি আপনার গ্রেপ্তারের স্থানটি জানাতে সাহায্য করে।Mit Hilfe von Etmasakt können Kurzmitteilungen an mehrere Nummern (von der Familie, dem Anwalt, von Aktivisten etc.) sowie dein Standort bei der Verhaftung gleichzeitig versendet werden.
15আরবি শব্দ এতমাসাক্ত মানে “আমি গ্রেফতার হয়েছি।”„Etmasakt“ ist Arabisch und bedeutet „ich wurde verhaftet”.
16অরলান্ডো এলকাবীর তার ব্লগে ব্যবহারিক প্রযুক্তিটি সম্পর্কে লিখেছেন এবং এটা কীভাবে বহু প্রাপককে এক ক্লিকে আপনার ফোনের জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ধরে নিয়ে আপনার সঠিক অবস্থানসহ একটি ক্ষুদে বার্তা পাঠায় সে সম্পর্কে:Orlando Elkabeer hat in seinem Blog die Applikation beschrieben [ar]; sie kann, wie gesagt, eine SMS an mehrere Nummern zusammen mit der genauen Standortbestimmung - anhand des GPS des Telefons - mit einem Klick versenden:
17ব্যবহারিক প্রযুক্তিটি আপনাকে আপনি গ্রেপ্তার হয়েছেন জানিয়ে একাধিক প্রাপককে একটি ক্ষুদে বার্তা এবং এক ক্লিকে তাদের কাছে আপনার সঠিক অবস্থানটি জানানোর সুযোগ করে দিবে।Die Applikation erlaubt das Versenden einer SMS an Mehrfachnummern, die den Empfänger mit nur einem Klick über deine Verhaftung informiert und deinen Standort an sie sendet.
18এতমাসাক্তই এধরনের একমাত্র ব্যবহারিক প্রযুক্তি নয়। এছাড়াও “বাইটটুএবেদ৩আলিয়া” এবং “আমি গ্রেপ্তার হতে যাচ্ছি” রয়েছে; বড় ধরনের ব্যবহারকারী ভিত্তিক হওয়ার কারণে শেষোক্তটি পুরোনো মনে হয়।Etmasakt ist aber die nicht einzige Applikation dieser Art. Außerdem gibt es “Byt2ebed 3alia” und “I'm Getting Arrested“; letztere scheint älter zu sein, aber eine größere Anwenderbasis zu haben.
19এধরনের বিভিন্ন সব ব্যবহারিক প্রযুক্তির অস্তিত্ব মূলত একই কাজের জন্যে যার মানে হলো তাদের একটি প্রয়োজন রয়েছে।Dass es verschiedene Applikationen gibt, die im Grunde das Gleiche leisten, lässt darauf schließen, dass ein klarer Bedarf dafür besteht.
20সরাসরি ভিডিও সম্প্রচারLive Video-Übertragung
21আপনি আপনার ভিডিও ক্যামেরা দিয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা রেকর্ডিং করার পর বন্দি হয়ে নিরাপত্তা বাহিনীর হাতে আপনার ক্যামেরা ধ্বংস হয়ে গেলো অথবা অন্তত জোর করে আপনার মেমরি কার্ড মুছে দিলো, এর থেকে বেশি খারাপ কিছু হতে পারে না।Nichts ist schlimmer, als einen wichtigen Vorfall mit der eigenen Kamera aufzunehmen und dann von den Sicherheitskräften verhaftet zu werden, die aber deine Kamera zerstören oder dich zumindest zwingen, deine Speicherkarte zu löschen.
22আর একারণেই এক্টিভিস্টদের কাছে ব্যাম্বিউজার খুব জনপ্রিয় টুল (সরঞ্জাম)।Deshalb ist Bambuser ein häufig genutztes tool unter Aktivisten.
23এই সুইডিশ মোবাইল ব্যবহারিক প্রযুক্তিটি আপনাকে ভিডিও ধারণ করে তক্ষুণি সেগুলি আপনার মোবাইল ফোন থেকে আপলোড করার সুযোগ দিবে; অনেকটা আপনার পকেটে একটা ভিডিও সম্প্রচার স্টেশন থাকার মতো।Mit dieser schwedischen Applikation für Mobiltelefone kann man filmen und die Videos direkt vom Mobiltelefon aus hochladen, sie funktioniert, als hätte man eine Video-Übertragungsstation in der Hosentasche.
24সিরীয় সরকার এটা অবরোধ করার পূর্ব পর্যন্ত অনেক সিরিয়াবাসী ব্যাম্বিউজার ব্যবহার করেছে।Viele Syrer haben Bambuser genutzt, bevor die syrische Regierung die Anwendung blockierte.
25ফেব্রুয়ারিতে এই পরিষেবাটি তার নিজস্ব ব্লগে জানিয়েছে যে সিরিয়াতে একে অব্রোধ করা হয়েছে:Im Februar berichtete der Service auf seinem eigenen Blog, dass er in Syrien blockiert wurde:
26বিগত সপ্তাহগুলোতে সিরিয়া থেকে ব্যাম্বিউজার সম্প্রচারের সংখ্যা বেড়ে গিয়েছে। এসব ফুটেজে সিরিয়াতে বোমাবর্ষণ, আক্রান্ত জনগণ, ধ্বংস এবং স্থানীয় মাঠপর্যায়ের হাসপাতালের করুণ অবস্থা দেখা যাচ্ছে।Im Verlauf der vergangenen Wochen stieg die Anzahl der Bambuser-Übertragungen aus Syrien an mit harten Bildern von Bombardierungen, Opfern, Zerstörung und schrecklichen Zuständen in Feldlazaretten in Syrien.
27হোমসে তেল পাইপলাইন ধ্বংসের মতো কিছু কিছু সরাসরি ফুটেজ বিভিন্ন প্রধান প্রধান টিভি চ্যানেল যেমন সিএনএন, বিবিসি, আলজাজিরা এবং স্কাইনিউজে ব্যবহৃত হয়েছে:Einige Live-Bilder, wie z.B. das von der Zerstörung der Ölleitung in Homs, wurden von großen TV-Sendern wie CNN, BBC, Al-Jazeera und SkyNews verwendet.
28আমরা বিশ্বাস করি এই ফুটেজ ব্যাম্বিউজার. কম অবরোধ এবং সিরিয়ার থ্রিজি মোবাইল ফোনে সরাসরি ভিডিও সম্প্রচারের সম্ভাবনাকে নিষ্ক্রিয় করতে সিরীয় সরকারকে উদ্যত করেছে।Wir glauben, dieses Bildmaterial war der Auslöser dafür, dass die syrische Regierung den Zugang zu bambuser.com gesperrt und die Möglichkeit unterbunden hat, live Videos mit Mobiltelefonen auf syrische 3G zu übertragen.
29মিশরে তারেক শালাবি ব্যম্বিউজার ব্যবহার করে তার নিজের গ্রেপ্তারের সংবাদ জানিয়েছেন এবং বিশেষ করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমতি না দেয়ার কারণে এক্টিভিস্টরা সংসদীয় নির্বাচন পর্যবেক্ষণে পরিষেবাটি ব্যবহারের পরিকল্পনা করেছেন।In Ägypten hat Tarek Shalaby seine eigene Verhaftung via Bambuser mitgeteilt, und Aktivisten planten, diesen Dienst zur Beobachtung der Parlamentswahlen einzusetzen - zumal dies internationalen Beobachtern nicht gestattet war.
30মিশরীয় বিপ্লবের প্রথম দিনগুলোতে দু'দিন পরে পুরো ইন্টারনেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়ার আগে অন্যান্য পরিষেবার পাশাপাশি সরকার ব্যম্বিউজার অবরোধের সিদ্ধান্ত নিয়েছিল।Während der ersten Tage der ägyptischen Revolution hatte die Regierung beschlossen, neben anderen Diensten auch Bambuser zu sperren, bevor sie die Entscheidung trafen, zwei Tage später das Internet gänzlich abzuschalten.
31অন্যান্য সরঞ্জামAndere Tools
32নেক্সট ওয়েবের ন্যান্সি মেসিয়াহ এক্টিভিস্টদের জন্যে মৌলিক মোবাইল ব্যবহারিক প্রযুক্তি অস্ত্রাগার জড়ো করেছিলেন।Nancy Messieh von The Next Web hat ein Arsenal der wesentlichen mobilen Apps für Aktivisten zusammengestellt.
33তৃণমূল পর্যায়ে ডিজিটাল এক্টিভিস্টদের সনাক্তকরণ, সংযোগ, এবং সমর্থনের জন্যে নিবেদিত এবং নতুন প্রযুক্তি ব্যবহারের পক্ষাবলম্বনকারী অলাভজনক সংস্থা আন্দোলন. অর্গ মুক্ত উৎস শব্দ প্রক্রিয়াকরণ (ওপেন সোর্স ওয়ার্ড প্রসেসিং) এবং অডিও/ভিডিও সম্পাদনা সফ্টওয়্যার থেকে শুরু করে এনক্রিপশন এবং টানেলিং সফ্টওয়্যার পর্যন্ত কয়েক ডজন ব্যবহারিক প্রযুক্তির তালিকা করেছে।Die Non-Profit-Organisation Movements.org, die sich zum Ziel gesetzt hat, digitale Graswurzel-Aktivisten zu identifizieren, miteinander in Kontakt zu bringen und zu unterstützen und die für die Anwendung neuer Kommunikationstechnologien eintritt, führt Dutzende von Applikationen auf, von der Open- Source-Textbearbeitung und Software für Audio- und Video-Bearbeitung bis hin zu Software für Entzifferung und Tunneling (der Konvertierung und Übertragung von Kommunikationsprotokollen).
34এছাড়াও এটার মতো কম দরকারি ব্যবহারিক প্রযুক্তি রয়েছে যা আপনার মোবাইল ফোনে মিশরীয় বিপ্লবের সময় গৃহীত ছবির গ্যালারি এনে দিয়ে নথিবদ্ধ করার চেষ্টা করতে পারে।Es gibt auch andere Applikationen, die weniger nützlich sind, wie etwa diese, die eine Bilddokumentation der ägyptischen Revolution versucht und die Fotos, die gemacht worden sind, in einer Bildergalerie auf das Mobiltelefon bringt.
35স্বয়ংক্রিয়তার মন্দ দিকDie Kehrseite der Automatisierung
36উপরোক্ত ব্যবহারিক প্রযুক্তিগুলোর উপকারিতা সত্ত্বেও স্বয়ংক্রিয়তা একটি সমস্যাও হতে পারে।Trotz der Nützlichkeit der oben genannten Applikationen kann die technologische Automatisierung auch ein Problem sein.
37মোস্তফা শেস্তাউয়ি থেকে একমাস আগে এক্টিভিস্ট হোসাম এল হামালাউয়ি একটি ক্ষুদে বার্তা পেয়েছেন যা বলছে যে তিনি গ্রেপ্তার হয়েছেন।Vor einem Monat erhielt der Aktivist Hossam El Hamalawy eine Kurzmitteilung von Mostafa Sheshtawy, er sei verhaftet worden:
38@৩এরাবাউয়ি: সবাই শুনুন, কয়েক মিনিট আগে আমি @এমশেস্তাউয়ি থেকে একটা লিখিত (টেক্সট) বার্তা পেয়েছি যা বলছে যে তিনি গ্রেপ্তার হতে যাচ্ছেন।@3arabawy: Leute, vor ein paar Min erhielt ich Textnachricht von @msheshtawy dass er verhaftet wurde.
39আমি তাকে ফোন করলেও তিনি উত্তর দিচ্ছেন না।Ich habe ihn angerufen, er hat aber nicht geantwortet.
40জনগণ (ইতোমধ্যে) মোস্তফা শেস্তাউয়ি সম্পর্কে চিন্তিত হয়ে পড়ে এবং পরে আবিষ্কৃত হয় যে বার্তাটি ভুল পাঠানো হয়েছিল:Man machte sich Sorgen um Mostafa Sheshtawy, bis sich später herausstellte, dass die Nachricht versehentlich abgeschickt worden war:
41@এমশেস্তাউয়ি: জনগণ আমি ভাল আছি।@msheshtawy: Mir gehts gut Leute.
42আমি গ্রেপ্তার বা কিছু হইনি।Bin nicht verhaftet oder so.
43আমার ফোনটি আমার সঙ্গে ছিল না। জনগণ আমি দুঃখিত।Hatte mein Telefon nicht bei mir. Tut mir leid Leute.
44@এমশেস্তাউয়ি: আমি ঘুমিয়ে থাকার সময় কেউ এই ব্যবহারিক প্রযুক্তিটির উপর চাপ দিয়েছে।@msheshtawy: Jemand hat auf das App geklickt, während ich geschlafen habe.
45যেই করে থাকুক আমি তাকে শাস্তি দিব।Blöder Witz, wer immer das war, den mach ich fertig.
46আমি সত্যিই দুঃখিত।Tut mit echt leid.
47সবশেষে, ঠিক এক্টিভিস্ট ও নাগরিকদের মতো একনায়কেরাও নতুন প্রযুক্তি ব্যবহার করে।Und letztendlich verwenden auch Diktatoren, genau wie Aktivisten und Bürger, die neuen Technologien.
48স্বৈরাচারী শাসকগোষ্ঠী সেন্সরশিপ আরোপ এবং গণতন্ত্রের পক্ষের বিক্ষোভকারীদের উপর গোয়েন্দাগিরি করার সময় মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে প্রচুর সাহায্য পেয়েছে।Autoritäre Regime in der arabischen Welt bekommen reichlich Hilfe von amerikanischen Firmen, wenn es um Zensur und Bespitzelung von Demonstranten geht, die sich für Demokratie einsetzen.
49প্রযুক্তি একটি দ্বিধারী তরবারীর মতো প্রত্যেকেই নিজ নিজ উদ্দেশ্যে একে ব্যবহার করে।Letzten Endes ist die Technologie ein zweischneidiges Schwert; jede Seite nutzt sie für ihre eigenen Zwecke.