Sentence alignment for gv-ben-20130909-38815.xml (html) - gv-deu-20130909-16769.xml (html)

#bendeu
1রাতের খাবার হিসেবে শেষ পরিনতি বরণ করল মিশরের #স্পাইডাকÄgypten: Spionage-Ente landet im Kochtopf Alle Links in diesem Artikel führen, soweit nicht anders gekennzeichnet, zu englischsprachigen Webseiten.
2মেনেসের মতো দেখতে একটি সাদা সারস পাখি।Ein Weißstorch - Menes ähnelnd.
3ছবিঃ উইকিমিডিয়া কমন্স, ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন ২.Fotografie von Wikimedia Commons, genutzt im Rahmen der Creative Commons Attribution 2.0 Generic Lizenz.
4০ জেনেরিক লাইসেন্সের অধীনে ব্যবহৃত। মিশরে গুপ্তচরবৃত্তির জন্য ষড়যন্ত্র করে ফাঁসানো এবং গ্রেফতারকৃত হাঁস হিসেবে অভিযুক্ত সারস পাখিটির জীবনবসান ঘটেছে।Der Storch, dem vorgeworfen worden war, eine Ente zu sein und der der Spionage verleumdet wurde [de] und daraufhin in Ägypten in Gewahrsam genommen worden war, endete nun als Mahlzeit für eine ägyptische Familie.
5একটি মিশরীয় পরিবারের রাতের খাবার টেবিলে খাবার হিসেবে পাখিটির জীবনের পরিসমাপ্তি ঘটে।Am 31. August wurde bekannt, dass Ägypten eine Spionage-Ente festgenommen habe, die mit einer verdachterregenden Vorrichtung am Gefieder ausgestattet war.
6একটা গুপ্তচর হাঁসকে গ্রেপ্তার করা হয়েছে বলে গত ৩১ আগস্ট তারিখে মিশরে খবর ছড়িয়ে পড়ে। এর পালকের সাথে সংযুক্ত অবস্থায় একটি সন্দেহজনক যন্ত্র পাওয়া যায়।Später stellte sich heraus, dass es sich bei der Ende um einen Storch handelte, den man Menes nannte.
7পরে জানা যায়, হাঁসেটি আসলে একটি সারস পাখি ছিল, যার নাম মেনেস।Der Sender, den er trug, diente Forschungszwecken.
8একটি গবেষণার কাজে ব্যবহারের জন্য পাখিটির শরীরে ট্র্যাকিং ডিভাইস লাগানো হয়।Am 4. September verkündete Mostafa Hussein, der “zu Unrecht beschuldigte Storch ist frei”:
9৪ ঠা সেপ্টেম্বর তারিখে মোস্তফা হুসেন ঘোষণা করেন: “ভুলভাবে অভিযুক্ত সারস পাখিটিকে মুক্ত করে দেওয়া হয়েছে”ঃ
10ভুলভাবে অভিযুক্ত সারস পাখিটিকে মুক্ত করে দেওয়া হয়েছে।Der zu Unrecht beschuldigte Storch ist frei.
11তবে মজার অবস্থাটি খুব সংক্ষিপ্ত ছিলো।Doch die Euphorie war nur von kurzer Dauer.
12মিশরীয় ব্লগার জেইনোবিয়া জানাচ্ছেনঃDie ägyptische Bloggerin Zeinobia meldet nun:
13এটি ভাগ্য না কি তা আমি জানি না, কিন্তু মনে হচ্ছে নীল নদের তীরে মেনেসের গল্প অত্যন্ত দু:খজনক।Ich weiß nicht, ob das Schicksal ist oder nicht, aber scheinbar ist die Geschichte von Menes im Land des Nils eine äußerst traurige Geschichte.
14গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হওয়া এবং মিশরীয়র হাতে এক দিন আটক থাকার পর, তাঁরা এটাকে মুক্ত করে দিল পাখিটির শেষ পরিণতি দেখার জন্য !Nachdem er der Spionage beschuldigt worden war und einen Tag in ägyptischem Gewahrsam verbracht hatte, wurde er im Schutzgebiet in die Freiheit entlassen, nur um dort sein Ende zu finden!!
15দক্ষিণে একটি মিশরীয় নুবিয়ান পরিবার পাখিটিকে শিকাড় করে এবং খেয়ে ফেলে !!!Er wurde von einer ägyptischen, nubischen Familie im Süden vom Himmel geholt und zur Strecke gebracht und schließlich verspeist!!!
16মিশরের নেচার কনজারভেশন সোসাইটি ফেসবুকে লিখেছেঃAuf Facebook verbreitet die Naturschutzgesellschaft Ägypten:
17দুঃসংবাদঃ মেনেস নামের সাদা রঙের সারস পাখিটিকে হত্যা করা হয়েছে।Traurige Neuigkeiten: Der Weißstorch Menes wurde getötet.
18বেশ কয়েক দিন আগে সালুঘা এবং গাযালের সুরক্ষিত এলাকার মধ্যে নিরাপদে মুক্তি দেয়ার পর, নিকটস্থ নীল নদের তীরে মেনেস উড়ে যায়। সেখানে পাখিটিকে বন্দী করার পর হত্যা করা হয়।Nachdem er vor einigen Tagen wohlbehalten im Schutzgebiet Salugah und Ghazal ausgesetzt worden war, flog Menes zu einer nahegelegenen Nilinsel, wo er eingefangen und umgebracht wurde um von Dorfbewohnern aufgegessen zu werden.
19সেটি স্থানীয় গ্রামবাসীদের দ্বারা খাওয়া হবে।
20পোস্টটি ব্যাখ্যা করেছেঃDer Eintrag erläutert:
21হাজার হাজার বছর ধরে নুবিয়ান খাদ্যের অংশ হয়ে আছে সারস পাখি। তাই সারস পাখি খাওয়ার ঘটনাটি একেবারে নতুন কিছু নয়।Störche stehen seit tausenden von Jahren auf dem nubischen Speiseplan und daher ist das Essen von Störchen nichts Ungewöhnliches.
22যাইহোক, মিশর থেকে প্রস্থান পর্যন্ত পাখিটিকে নিরাপদ রাখার জন্য ক্ষণজন্মা মেনেসের মুক্তির সাফল্যের গল্পই যথেষ্ট ছিল না।Allerdings hat die sehr kurzlebige Erfolgsgeschichte der Befreiung von Menes nicht ausgereicht, um ihn gefahrlos Ägypten passieren zu lassen.
23এবং সমস্যাটি আরও বড় - আরও জটিল:Der Fall wiegt aber schwerer - und ist komplizierter:
24অনিয়ন্ত্রিত পাখি শিকাড় মিশরের দীর্ঘদিনের সমস্যা।Ägypten leidet schon lange Zeit darunter, dass das Jagen nicht kontrolliert wird.
25যাইহোক, প্রকৃতি এবং জীব বৈচিত্র্যের সাথে স্থানীয় চাহিদার মধ্যে সামঞ্জস্য বজায় রাখা অতি গুরুত্বপূর্ণ।Dabei ist es natürlich wichtig, die Bedürfnisse von Dorfgemeinden mit den Anforderungen des Schutzes von Natur und Artenvielfalt abzuwägen.
26পোস্টটি উপসংহারে বলেছে:Der Eintrag schließt mit den Worten:
27এই অঞ্চলের উন্নতির জন্য এখনও দীর্ঘ পথ পারি দিতে হবে। বিশেষভাবে, পাখি শিকারে এবং পরিযায়ী পাখির ক্ষেত্রে সচেতনতা তৈরিতে।Die gesamte Region hat noch einen langen Weg vor sich, insbesondere dabei, das Bewusstsein zu wecken für die Jagd und Zugvögel.