Sentence alignment for gv-ben-20091201-7745.xml (html) - gv-deu-20091118-1294.xml (html)

#bendeu
1ডেনমার্ক: পরিবেশ দেনার এজেন্টরা আসছেনDänemark: Die Klima-Schulden-Sammler kommen
2হাজার হাজার মানুষ এ বছর ডিসেম্বর মাসে কোপেনহেগেন যাচ্ছেন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দানের জন্য। তাদের মধ্যে যদি আপনি একজন হন, সম্ভাবনা আছে যে আপনি ডেনমার্ক, কেনিয়া, তাঞ্জানিয়া, উগান্ডা, জিম্বাবুয়ে আর জাম্বিয়া থেকে আগত একদল মানুষের মুখোমুখি হবেন যারা লাল পোষাক পরে থাকবেন।Wenn Sie zu den Tausenden von Leuten gehören, die in diesem Dezember nach Kopenhagen zum Weltklimagipfel der Vereinten Nationen kommen, besteht eine gute Chance, dass Sie Frauen und Männer aus Dänemark, Kenia, Tansania, Uganda, Zimbabwe und Sambia sehen werden, die rote Anzüge tragen.
3তারা পরিবেশ দেনার এজেন্ট, আর তাদের কাজ হচ্ছে ডেনমার্কসহ শিল্পোন্নত দেশগুলো যাতে তাদের পরিবেশ সংক্রান্ত দেনা পরিশোধ করেন উন্নয়নশীল দেশকে সেটা দেখা।Das sind die Klima-Schulden-Sammler (Climate Debt Agents) und ihre Arbeit besteht darin, die Industriestaaten und die dänische Regierung dazu zu bewegen, die “Klima-Schulden” an die Dritte Welt zu zahlen.
4আপনি যদি ডেনমার্কে থাকেন, আর একটা পোষাক পরে তাদের সাথে যোগ দিতে চান, এখানে আবেদন করতে পারেন।Wenn Sie in Dänemark sind und einen solchen Anzug tragen möchten, können Sie sich hier anmelden.
5তাদের ব্লগ বা ফেসবুকে আরও বিস্তারিত জানতে পারবেন।Sie können auch ihren Blog oder Facebook besuchen.
6মূল্য কে দেবে?Wer zahlt den Preis?
7ধনী দেশ যখন এমন সিদ্ধান্ত নেয় যেটা পরিবেশের জন্য ক্ষতিকর, দারিদ্রে বাস করা মানুষজন সব থেকে বেশী মূল্য দিয়ে থাকেন।Wenn die reichen Länder Entscheidungen treffen, die negative Auswirkungen auf die Umwelt haben, dann sind es die Menschen, die in Armut leben, die den höchsten Preis bezahlen.
8প্রযুক্তি দিয়ে অনেক স্থানের খরা, ক্ষুধা আর মৃত্যু রোধ করা যেত যেমন উন্নত পানি সংরক্ষণের ব্যবস্থা যা সবাইকে নতুন জলবায়ু পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে সাহায্য করে।Trockenzeiten, Hunger und Tod, die durch den Klimawechsel verursacht werden, können an vielen Orten mit Technologien wie Wasser-Speichern vermieden werden, die den Gemeinden dabei helfen würden, mit den neuen klimatischen Bedingungen zu leben . Aber das kostet Geld.
9কিন্তু এর জন্য অর্থ প্রয়োজন।“Wer bezahlt die Klima-Schulden?”
10আন্তর্জাতিক দারিদ্র বিরোধী সংস্থা একশন এইড এর এ সংক্রান্ত এক সংক্ষিপ্ত রিপোর্টের শিরোনাম হচ্ছে কে পরিবেশের দেনা শোধ করবে?।[PDF] ist der Titel eines kurzen Berichtes der Internationalen Anti-Armut Organisation ActionAid, die den Geldwert dieser Schulden auf ca. €135 Milliarden bis zum Jahr 2020 berechnet und vorschlägt, wie diese Rechnung auf die Länder verteilt werden soll.
11এই সংস্থা দেনার হিসাব করেছেন ১৩৫ বিলিয়ন ইউরো প্রতি বছর ২০২০ পর্যন্ত, আর প্রস্তাব করেছেন উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এটা কিভাবে ভাগ করে দেয়া যায়।Im Laufe der letzten 3 Monate hat MS ActionAid Dänemark ein Team von online und offline Aktivisten dazu ausgebildet ihre Botschaften zu überbringen und hat sie auf Forschungs-Missionen nach Kenia, Brüssel und Dänemark geschickt.
12গত ৩ মাসে, এম এস একশন এইড ডেনমার্ক অনলাইন আর অফলাইনের একদল কর্মীকে প্রশিক্ষণ দিয়েছেন তাদের বার্তা পৌঁছানোর জন্য।Sie wurden mit Global Voice Bloggern verbunden, die sie virtuell für 6 Wochen mit dem Bloggen betreuten.
13তাদেরকে গবেষণার জন্য কেনিয়া, ব্রাসেলস আর ডেনমার্কে পাঠিয়েছে আর তাদেরকে গ্লোবাল ভয়েসেস এর ব্লগারদের সাথে জুটি করে দিয়েছে যারা তাদেরকে ৬ সপ্তাহ ধরে ব্লগিং এর ব্যাপারে শিখিয়েছেন।
14তাদের ওয়েবসাইটে, দেনা এজেন্টে পরিণতরা জানিয়েছেন: “আমার পরিবেশের ন্যায় বিচার আর ন্যায় বিচারের বিশ্ব চাই।Auf ihrer Webseite erklären die Schulden-Sammler: “Wir wollen eine Welt mit Klima-Gerechtigkeit und globaler Gerechtigkeit.
15এটা পাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণকারীদের মনোভাবের পরিবর্তন প্রয়োজন যাতে তারা বুঝতে পারেন আর তাদের জলবায়ু দেনা শোধ করেন।“Um das zu erreichen, muss die Einstellung der Entscheidungsträger derartig geändert werden, dass sie die Zahlung ihrer Klimaschulden anerkennen und realisieren.”