# | ben | deu |
---|
1 | আজারবাইজান: ব্লগারদের শাস্তি দেয়া হয়েছে | Aserbaidschan: Blogger verurteilt |
2 | | Wie viele ihrer Anhänger befürchteten, und am selben Tag, als eine Diskussion am runden Tisch über die beiden Video Blogger und Jugend Aktivisten abgehalten wurde, verurteilte ein Gericht in Baku, Aserbaidschan Adnan Hajizade und Emin Milli. |
3 | আজারবাইজানের বাকুর একটি আদালত ব্লগার আদনান হাজিজাদে আর এমিন মিল্লির বিরুদ্ধে অবশেষে আজ (১১ই নভেম্বর, ২০০৯) শাস্তি ঘোষণা করেন। | Das Urteil und die ersten Reaktionen wurden schnell über Twitter verbreitet. Du liebe Güte! |
4 | সমর্থকরা এমন হবে তাই ভেবেছিলেন, এবং রায়ের দিন আটক দুইজন ভিডিও ব্লগিং কর্মীর বিষয়টি ব্লগারদের এক গোল টেবিলে আলোচিত হচ্ছিল। | Sagt mir, es ist ein Alptraum! Adnan 2 Jahre, Emin 2 Jahre und 6 Monate #Eminadnan |
5 | এই রায় সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়া গুলো টুইটারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। | So, keine Gerechtigkeit, keine Redefreiheit & keine Demokratie in Aserbaidschan |
6 | মিডিয়া হেল্পিং মিডিয়া রায়ের ব্যাপারে দ্রুত মন্তব্য করেছেন। | Media Helping Media (Presse hilft Presse) reagierte schnell auf die Verurteilung. |
7 | আদালত থেকে সমর্থক যারা টুইট করছেন তাদের ভাষ্য অনুসারে, হাজিজাদের উকিল, ইশাহান আশুরোভ, বলেছেন এই মামলা ছিল ক্ষমতা প্রদর্শনের ব্যাপার। | Einigen Anhängern zufolge, die aus dem Gerichtssaal über Twitter berichtet hatten, sagte der Rechtsanwalt für Hajisade, Isahan Ashurov, dass es sich bei diesem Fall um Macht handele. |
8 | “আজকে আমরা মনন আর শারীরিক শক্তির অন্যায় লড়াই দেখেছি।“ | “Wir sind heute Zeugen im unfairen Kampf zwischen Geist und physischer Macht”. |
9 | সমর্থকরা টুইট করেছেন যে হাজিজাদে বলেছেন এই সিদ্ধান্ত মিথ্যার উপরে নির্মিত। | […] Anhänger informierten via Twitter, dass Hajizade sagte, die Entscheidung sei auf Lügen aufgebaut. |
10 | ফ্লাইং কার্পেটস এন্ড ব্রোকেন পাইপলাইনস এই রায়ের ব্যাপারে বলেছেন “এটা শেষ না, এটা কেবল শুরু।“ | Flying Carpets and Broken Pipelines denkt ebenfalls über das Urteil nach und sagt “das ist noch nicht das Ende, das ist erst der Anfang.” |
11 | আজকে শুনানি শেষে, এমিন বলেছেন যে তিনি গর্বিত বোধ করছেন আর এই কারনে যে রায় দেয়া হবে সেটা গ্রহণ করতে তিনি প্রস্তুত। | Am Ende der Vernehmungen sagte Emin, er fühle sich stolz und deshalb sei er bereit das Urteil anzunehmen. |
12 | আদনান, প্রশ্ন করেছেন যে তথাকথিত সাক্ষীরা কি করে তাদের পরিবারের চোখের দিকে দেখবে- আমরা আমাদের শাস্তি শেষ করব কিন্তু আমি ভাবছি কি করে তারা বেঁচে থাকবে মিথ্যার উপরে নির্মিত জীবন নিয়ে… তারা দুইজন তাদের শক্তি আমাদের দেখিয়েছেন, এর বদলে আমাদেরও একই রকম করা উচিত। | Adnan stellte infrage, wie die so-genannten Zeugen ihren Familien in die Augen sehen können - wir werden die Strafe absitzen, ich wundere mich nur, wie sie ein aus Lügen bestehendes Leben führen können… Beide zeigten uns ihre Stärke, wir müssen das Gleiche tun. |
13 | ইতোমধ্যে, রোমানিয়ার বুখারেস্টে অনুষ্ঠানরত প্রথম বিশ্ব ব্লগিং ফোরাম সাথে সাথে প্রাথমিক একটা বার্তা দিয়েছে। | object width=”560″ height=”340″> Das zum ersten Mal in Bucharest, Rumänien abgehaltene Welt Blogging Forum gab sofort eine vorläufige Erklärung heraus. |
14 | আমরা ব্লগাররা একটা বিশ্বকে তুলে ধরবো যেখানে ইন্টারনেট ব্যবহারকারীরা কথা আর বিশ্বাসের স্বাধীনতা ভোগ করবেন আর যে কোন ধরনের ভীতি আর দমন থেকে স্বাধীন থাকবেন। | Wir, die Blogger, werden eine Welt aufbauen, in der Internet-Benutzern Redefreiheit und Freiheit vor Furcht und Unterdrückung jeder Art zuteilwird. |
15 | ব্লগাররা বুখারেস্টে একত্র হয়েছিলেন বিশ্ব ব্লগিং ফোরামে আর তারা আজারবাইজানের পরিস্থিতি নিয়ে চিন্তিত আর #এমিনআদনান কে ইন্টারনেটের মুক্ত কণ্ঠ হিসেবে আর বিশ্ব ব্লগিং পরিবারের সদস্য হিসেবে সমর্থন করছেন। | Die in Bucharest bei dem Welt Blogging Forum vereinigten Blogger machen sich über die Situation in Aserbaidschan Sorgen und unterstützen #EminAdnan als Freie Stimmen des Internets und als Mitglied der Welt-Blogging-Familie. |
16 | গতকালের কনফারেন্সে গ্লোবাল ভয়েসেস কথা বলেছে পারভানা পেরসিয়ানার সাথে, যিনি ওএল ইয়থ প্রতিষ্ঠানের কর্মী আর হাজিজাদের বান্ধবী: | Global Voices traf sich gestern bei der Konferenz mit Parvana Persiani, die OL! Jugend-Aktivistin und Freundin von Hajizade. |
17 | সর্বশেষ সংবাদ যখন আসবে তখন তা জানানো হবে। | Weitere Updates werden veröffentlicht, sobald wir sie erhalten. |
18 | ইতিমধ্যে, আদনান হাজিজাদে আর এমিন মিল্লির আটক, বিচার আর শাস্তির পুরো কাভারেজ পাওয়া যাবে গ্লোবাল ভয়েসেস অনলাইনের আজারবাইজান অংশে আর ওল! | Einzelheiten über die Inhaftierung, Verurteilung und Gefangennahme von Adnan Hajizade und Emin Milli sind in der Aserbaidschan-Sektion von Global Voices Online und bei dem OL! |
19 | ব্লগে (ইংরেজী আর আজেরি ভাষায়)। | Blog (in Englisch und Azerisch) vorhanden. |
20 | টুইটারে এই সংবাদ প্রচারে হ্যাশট্যাগ #এমিনআদনান (#EminAdnan) ব্যবহৃত হচ্ছে। | Bei Twitter wird der hashtag #EminAdnan benutzt. |