Sentence alignment for gv-ben-20110326-16477.xml (html) - gv-deu-20110319-3017.xml (html)

#bendeu
1সিরিয়া: সারা দেশে বিক্ষোভ, দারা'আ শহরে ৬ জন নিহত হবার সংবাদ পাওয়া গেছেSyrien: Proteste im ganzen Land, 6 Tote in Dara'a
2এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Die Protestwelle im Nahen Osten erreichte nunmehr als letztes Land auch Syrien.
3সারা মধ্যপ্রাচ্য জুড়ে যে গণজাগরণের উত্থান, সিরিয়া তাতে সম্প্রতি যোগদান করেছে। যখন এর আগে ৫ ফ্রেব্রুয়ারি তারিখে ডাকা বিক্ষোভ ব্যর্থ হয়েছিল, তখন ১৫ মার্চে আবার নতুন করে রাস্তায় বিক্ষোভে প্রদর্শন করার আহ্বান জানানো হয়, যা দেশটির বিভিন্ন শহরে শত শত লোককে হাজির করতে সমর্থ হয়, এই সব শহরের মধ্যে দামেস্ক এবং আলেপ্পোর মত শহর রয়েছে।Nachdem frühere Aufrufe zu Protesten am 5. Februar fehlgeschlagen waren, brachte ein erneuter Aufruf am 15. März mehrere Hundert Menschen in verschiedenen Städten auf die Straßen, darunter in der Hauptstadt Damaskus und Aleppo.
4যদিও বিক্ষোভে হাজির হওয়া নাগরিকদের সংখ্যা হয়ত সামান্যই, কিন্তু তা সিরিয়ায় একটি গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করেছে, যেখানে সরকার বিরোধী বিক্ষোভের কথা শোনা যায় না, এবং এখানে যে কোন ভিন্নমতের লক্ষণকে কঠোর হস্তে দমন করা হয়।Die Zahl ist zwar recht gering, doch stellt dies einen wichtigen Präzedenzfall für Syrien dar, einem Land, in dem Proteste gegen die Regierung unbekannt sind und das geringste Anzeichen einer abweichenden Meinung mit eiserner Faust zerschlagen wird.
5১৬ মার্চে, প্রায় ১৫০ জন নাগরিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে নিজস্ব মতামত ব্যক্ত করার কারণে বন্দী নাগরিকদের মুক্তির দাবীতে বিক্ষোভ করছিল, উক্ত বিক্ষোভে এইসব বন্দীদের পরিবারও অংশগ্রহণ করে।Am 16. März protestierten rund 150 Menschen vor dem Innenministerium und verlangten die Freilassung von politischen Gefangenen, deren Familien an diesem Protest ebenfalls teilgenommen hatten.
6প্রচণ্ড হামলার মাধ্যমে এই বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং প্রায় ৩৮ জনকে গ্রেফতার করা হয়।Die Demonstration wurde gewaltsam aufgelöst und ungefähr 38 Leute wurden verhaftet.
7এর শিরোনাম পাঠ করুন: ১৫ মার্চ,২০১১।Die Bildunterschrift lautet: 15. März 2011.
8সিরিয়াকে মুক্ত কর, ৪৮ বছর ধরে চলা অন্যায় এবং স্বৈরশাসনের হাত থেকে।Befreit Syrien. 48 Jahre Unterdrückung und Diktatur
9আজ, সারা দেশ জুড়ে বিশাল এক প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।Heute gab es größere Proteste im ganzen Land.
10সবচেয়ে বড় প্রতিবাদ বিক্ষোভটি অনুষ্ঠিত হয় দারা'আ নামক এলাকায়। এটি রাজধানী দামেস্কের দক্ষিণে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দুরে অবস্থিত একটি শহর।Der Größte fand in der Stadt Dara'a statt, die sich 100 km (60 Meilen) südlich von der Hauptstadt Damaskus befindet.
11সেখানে বিক্ষোভকারীদের উপর ভয়াবহ হামলা চালানো হয় এবং সংবাদে জানা গেছে যে ৬ জন ব্যক্তি নিহত হয়েছে এবং ৫০ জন আহত হয়েছে।Gegen die Demonstranten wurde tödliche Gewalt eingesetzt und es wurde berichtet, 6 von ihnen seien getötet und rund 50 verwundet worden.
12সিরিয়ার ব্লগার @ওকাবাহ টুইটারে সংবাদ প্রকাশ করেছে যে:Syrian blogger @Okbah berichtet bei Twitter:
13দারা'আ হাসপাতালের এক ডাক্তার মোহাম্মেদ আল আবদাল্লাহর কাছে নিশ্চিত করেছে যে ছয়জন ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং ৫০ জন ব্যক্তি এই ঘটনায় আহত হয়েছে।Ein Arzt in Dara'as Krankenhaus bestätigt Mohammad Al Abdallah, dass sechs Leute tot eingetroffen seien und 50 Verwundete. Fotos in Kürze.
14নীচের ভিডিওটি দারা'আ-এর বিক্ষোভের দৃশ্য তুলে ধরছে, যেখানে লোকজন স্লোগান দিচ্ছে “ যারা রক্ষার দায়িত্বে নিয়োজিত, তারাই চোর”।Das folgende Video zeigt den Protest in Dara'a, in dem die Menschen singen: “Der Protektor ist der Dieb.”
15@ওকাবাহ এর সাথে যোগ করেছেন:@Okbah fügt hinzu:
16যদি আজ নিহত হওয়া তাদের সন্তানদের হত্যার দায়িত্ব রাষ্ট্রপতি না নেয়, তাহলে দারা'আ-এর আদিবাসী গোষ্ঠি হুমকি প্রদান করেছে যে, সেক্ষেত্রে তারা সেই শহরে অবস্থিত সকল সেনা এবং নিরাপত্তা বাহিনীর দপ্তর জ্বালিয়ে দেবে।Die Stämme in Dara'a drohen damit, die Hauptquartiere der Armee und der Sicherheitskräfte niederzubrennen, wenn der Präsident diejenigen, die für den heutigen Tod ihrer Söhne verantwortlich sind, nicht zur Rechenschaft zieht.
17সিরিয়ার একজন একটিভিস্ট, যে মারাথ আউমরান নামে পরিচিত, সে নিশ্চিত করেছে, ইতোমধ্যে হামলা চালানো শুরু হয়ে গেছে:Ein syrischer Aktivist mit dem Spitznamen Malath Aumran bestätigt, bestätigt, dass die Zerstörung bereits begonnen habe:
18আমার এক বন্ধু জানাচ্ছে: দারা'আ-এর প্রধান রাজনৈতিক নিরাপত্তা বিভাগের দপ্তর যা আতেফ নাজিবে অবস্থিত, সেখানে হামলা চালানো হয়েছে #সিরিয়াAnruf von einem Freund: Wir greifen das Büro von Atef Najeeb an, dem Chef der politischen Sicherheitsabteilung in Derra #Syria
19যুক্তরাষ্ট্র থেকে সিরিয়ার একটিভিস্ট আম্মার আবদুলহামিদ বলছে:Der syrische Aktivist Ammar Abdulhamid sagt in den USA:
20#সিরিয়া, আনুষ্ঠানিক ভাবে বলা যায়, এটা একটা বিপ্লব।#Syria: Offiziell ist es eine Revolution..
21সংঘর্ষ চলছে#দেরা,#হোমস,#দামাস্কাস,#বানইয়াস,#হাসাকে,#দিয়ার আজোর, #হামা, ইত্যাদি,# মার্চ১৫إنها الثورةClashes هn #Deraa #Homs #Damascus #Banyas#Hassakeh #DeirAzzor #Hama, etc#March15 إنها الثورة
22নীচের ভিডিওটি দেখাচ্ছে যে বিক্ষোভকারীদের উপর পানি ছিটানোর জন্য ফায়ার বিগ্রেডের গাড়ি ব্যবহার করা হয়েছে:Das folgende Video zeigt, wie die Feuerwehr Demonstranten mit Wasser besprüht:
23ফেসবুকে সিরিয়ার বিপ্লব নিয়ে তৈরি করা এক পাতায় সংবাদ প্রকাশ করা হয়েছে যে বেশ কয়েকটি হেলিকপ্টারকে দারা'আর আকাশে উড়তে দেখা গেছে এবং তাদের মতে শহরটি নিরাপত্তা ঘেরে বন্দী হয়ে রয়েছে, এবং সেখানে হাজার হাজার সেনা সদস্যেকে রাস্তায় চলাফেরা করতে দেখা গেছে।Eine Syrische Revolution Facebook-Seite berichtet, dass über der Stadt Dara'a mehrere Hubschrauber gesehen wurden und nach ihrer Ansicht befindet sich die Stadt in einer Sicherheits-Sperrzone und Tausende von Soldaten stehen bereit.
24এছাড়াও সেই ফেসবুকের পাতার সূত্রানুযায়ী, নিরাপত্তা রক্ষা কাজে ব্যবহৃত ছয়টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ সেই সব ব্যক্তির দেহ লুকিয়ে ফেলার চেষ্টা করছে, যারা এই হামলায় নিহত হয়েছে।Außerdem wurden laut dieser Webseite 6 Wagen der Sicherheitskräfte verbrannt und die Behörden versuchen die Leichen derjenigen zu verbergen, die bei den Zusammenstößen getötet wurden.
25এই ছবিটি দেখাচ্ছে যে দারা'আর পৌরসভার স্টেডিয়ামে একটি হেলিকপ্টার অবতরণ করছে।Dieses Bild zeig einen Hubschrauber bei der Landung im Stadion von Dara'a.
26নিরাপত্তা বাহিনী এবং সেনা সদস্যদের এটা একটা সাধারণ অভ্যাস, তারা হাসপাতালে প্রবেশ করে এবং ডাক্তারদের নিহত ব্যক্তির মৃত্যুর সনদপত্রে মৃত্যুর কারণ পাল্টাতে বাধ্য করে, তারা বলে যে সনদপত্রে যেন লেখা হয়, যারা গুলিতে নিহত হয়েছে, তাদের মৃত্যুর কারণ আসলে সড়ক দুর্ঘটনা।
27যখনই কোন তাজা সংবাদ পাব তখনই আমরা সেই সংবাদ প্রচার করতে থাকব।Wir werden weiterhin über die Entwicklungen in Syrien berichten, sobald neue Informationen vorliegen.