# | ben | deu |
---|
1 | ইরান: রাজনৈতিক বন্দীরা অনশন শুরু করেছেন | Iran: Politische Gefangene im Hungerstreik |
2 | তেহরানের এভিন কারাগারের সামনে অনশন প্রতিবাদরত পরিবারের সদস্যরা | Verwandte der hungerstreikenden Gefangenen protestieren vor dem Evin-Gefängnis in Teheran |
3 | গত জুলাই মাসের শেষের দিকে ১৭জন ইরানী রাজনৈতিক বন্দী তেহরানের কুখ্যাত এভিন কারাগারের খারাপ পরিবেশের প্রতিবাদে অনশন শুরু করে। | Siebzehn politische Gefangene begannen Ende Juli einen Hungerstreik, um über die sich immer verschlechternden Bedingungen in dem berüchtigten Evin-Gefängnis von Teheran zu protestieren. |
4 | এখানে অনশনকারীদের পুরো তালিকা রয়েছে। | Hier gibt es die komplette Liste der Hungerstreikenden. |
5 | ২০০৯ সালের ১২ই জুন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিবাদ আন্দোলন শুরু হবার পর শত শত সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদদের গ্রেফতার করেছে ইরান সরকার। | Der Iran hat Hunderte von Journalisten, Menschenrechtsaktivisten und Politikern verhaftet, nachdem die Protestbewegung gegen die Ergebnisse der Präsidentschaftswahlen am 12. Juni 2009 entstand. |
6 | মীর হুসেন মুসাভী আর মেহদী কারুবী এই দুই বিরোধী দলীয় নেতা বন্দীদের অনুরোধ করেছেন তাদের অনশন থামাতে। | Mir Hussein Mousavi und Mehdi Karroubi, die beiden Haupt-Oppositionsführer, haben die Gefangenen zur Beendigung des Hungerstreiks aufgerufen. |
7 | ইরানী ব্লগাররা রিপোর্ট করেছেন যে অনশনরত বাবাক বর্দবার নামে একজন কারাবরণকারী চিত্রশিল্পীকে আজকে ছেঁড়ে দেয়া হয়েছে। | Iranische Blogger berichteten, dass Babak Bordbar, ein verhafteter Fotograf, der ebenfalls an dem Hungerstreik teilnahm, heute entlassen wurde. |
8 | অনেক মানবাধিকার সংগঠন অনশনরত বন্দীদের স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে আটকে থাকা সাংবাদিক বাহমান আহমাদী-আমুই এবং কেইভন সামিমি এবং ছাত্রনেতা মাজিদ টাভাকলি। | Diverse Menschenrechtsorganisationen haben ihre Sorgen um den Gesundheitszustand der Hungerstreikenden bekannt gemacht, insbesondere über die inhaftierten Journalisten Bahman Ahmadi-Amouei und Keyvon Samimi, und den Studenten-Aktivisten Majid Tavakoli. |
9 | এই তিনজন ‘শুকনো' অনশন শুরু করেন গত ৪ঠা আগস্ট। | Diese drei Personen hatten am 4. August einen “trockenen” Hungerstreik begonnen. |
10 | সাইট ব্লগ ইরানে রাজনৈতিক বন্দীদের অনশন ধর্মঘট নিয়ে বিশ্বের অবজ্ঞার বিষয়টি নিয়ে লিখেছেন। | Sight schreibt [fa] über die Gleichgültigkeit der Welt gegenüber den hungerstreikenden Gefangenen im Iran. |
11 | তিনি লিখেছেন: | Der Blogger schreibt: |
12 | কি হয়েছে? | Was ist passiert? |
13 | রাজনৈতিক বন্দীদের কণ্ঠ কি মিইয়ে গেছে না বিশ্ব ঘুমিয়ে আছে? .. | Sind die Stimmen der politischen Gefangenen zu schwach geworden oder schläft die Welt? |
14 | সাংবাদিক বাহমান আহমাদী-আমুই এবং কেইভন সামিমি আমার দেশী ভাই এবং ভেলিয়াতেহ ফাগিহ'র (ইরানী স্বৈরাচারী) গুহায় তাদের হাড্ডি ভাঙ্গা হচ্ছে। | … Bahman Ahmadi-Amouei und Keyvon Samimi sind meine Landsleute deren Gebeine im Untergrund des Velyateh Faghie's (iranischen Regimes) gebrochen werden. |
15 | রাষ্ট্রপতি নির্বাচনের পরে ২৩ খোর্দাদ নামে একটি দলের উদ্ভব হয় সবুজ আন্দোলনকে সাহায্য করার জন্যে। এই দল বলছে: | 23 Khordad, eine Gruppe die behauptet nach den Präsidentschaftswahlen entstanden zu sein, um die grüne Bewegung zu unterstützen, sagt [fa]: |
16 | আমরা অনশনরত রাজনৈতিক বন্দীদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত এবং শ্রদ্ধা করি তাদের এই অনশন চালিয়ে যাওয়া বা থামানোর সিদ্ধান্ত। | Wir machen uns über die Gesundheit der politischen Gefangenen große Sorgen, respektieren aber ihren Willen weiterzumachen oder aufzuhören. |
17 | কিন্তু আমরা জেভেই মোসরেকাত নামে একটি সংস্কারপন্থী দলের আহ্বানের বিপক্ষে যারা বলেছে যে এইসব অনশনরত বন্দীদের সমর্থনে সাধারণ নাগরিকদেরও অনশন শুরু করা উচিৎ। | Wir sind aber dagegen, dass eine reformistische Gruppe, Jebheye Moshrekat, die Leute dazu aufruft, die Gefangenen durch politisches Fasten zu unterstützen. |
18 | আনশন প্রতিবাদকে সমর্থন করুণ, রাজনৈতিক অনশনকে না বলুন। | Ja zum Hungerstreik, nein zum politischen Fasten. |
19 | কেন এই সংস্কারবাদী দল বন্দীদের অনশনকে রাজনৈতিক রং দিতে চাচ্ছে? | Warum möchte diese reformistische Gruppe denn dem Hungerstreik eine politische Einfärbung geben? |
20 | ইরানের এক অগ্রগণ্য ফটোব্লগার আরাশ আশুরি তার কুসুফ ব্লগে লিখেছেন একজন অনশনকারীর ব্যাপারে: | Arash Ashouri, ein führender iranischer Fotoblogger, der im Iran lebt, schreibt in seinen Blog Kosoof über einen der Hungerstreikenden: |
21 | বাহমান আহমাদী-আমুই হচ্ছে একজন জনপ্রিয় সাংবাদিক যিনি বিভিন্ন সংস্কারবাদী পত্রিকাতে অর্থনীতি নিয়ে লিখে থাকেন। তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে অনশন প্রতিবাদ করছেন এখন। | Bahman Ahmadi Amouee, ein berühmter Wirtschaftsjournalist für diverse reformistische Zeitungen, befindet sich neuerdings in dem berüchtigten Evin-Gefängnis von Teheran im Hungerstreik. |
22 | বাহমানের সাথে তার স্ত্রী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জিলা বানিয়াঘুবও গ্রেফতার হয়েছেন ২০০৯ সালের বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনের পর। | Bahman wurde zusammen mit seiner Frau Jila Baniyaghoub, einer Journalistin und Frauenrechtlerin, nach den umstrittenen Präsidentschaftswahlen in 2009 verhaftet. |
23 | তাকে এভিন কারাগারের ২০৯ নম্বর সেকশনে তাকে কোন অভিযোগ ছাড়াই একটি নির্জন রুমে বন্দী করে রাখা হয়। | Er wurde mehrere Wochen im Abschnitt 209 des Evin-Gefängnisses ohne Anklage in Einzelhaft festgehalten. |
24 | পরবর্তীতে বিপ্লবী কোর্টে তাকে ৭ বছর ৪ মাসের কারাদন্ড এবং ৩৪ দোররা শাস্তি দেয়া হয়। | Später wurde er vom Revolutionsgericht zu 7 Jahren und 4 Monaten Haft und 34 Peitschenhieben verurteilt. |
25 | বাহমান আহমাদী-আমুই ১৬জন অন্য রাজনৈতিক বন্দীদের সাথে অনশন করছেন এভিন কারাগারের ৩৫০ শাখার খারাপ অবস্থা এবং কারাগার রক্ষীদের খারাপ ব্যবহারের প্রতিবাদ করছেন। | Bahman Ahmadi Amouee befindet sich zusammen mit 16 anderen politischen Gefangenen im Hungerstreik im Evin-Gefängnis aus Protest gegen die furchtbaren Zustände in Abschnitt 350 des Evin-Gefängnisses und dem rauen Verhalten der Gefängniswärter. |
26 | কারাগারের ভিতরকার উৎস জানাচ্ছে যে কর্তৃপক্ষ তার পরিবারকে তার সাথে দেখা করতে দিচ্ছে না এবং তার স্বাস্থ্য খুবই খারাপ হয়ে পড়েছে। | Die Behörden erlauben seiner Familie nicht, ihn zu besuchen, oder irgendwelche Kontakte mit ihm zu haben und nach Quellen aus dem Gefängnis befindet sich seine körperliche Gesundheit in ernsthafter Gefahr. |