# | ben | deu |
---|
1 | ইয়েমেন: এক গণহত্যার ঘটনা অনলাইনে সরাসরি প্রদর্শিত | Jemen: Ein Massaker, live im Internet |
2 | এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Dieser Beitrag ist Teil unserer Sonderberichterstattung zu den Jemen-Protesten 2011. |
3 | ইয়েমেনের রাজধানী সানায় এক গণহত্যার ঘটনা সরাসরি প্রত্যক্ষ করা হল বিভিন্ন টুইটের মাধ্যমে। | Ein Massaker kann live verfolgt werden, Tweet für Tweet, in der Hauptstadt des Jemen, Sanaa. |
4 | ইয়েমেনের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায়। | Jemenitische Sicherheitskräfte haben das Feuer auf Demonstranten eröffnet. |
5 | এতে ২২ জন নাগরিক নিহত হয় এবং শত শত নাগরিক আহত হয়। | Sie töteten bislang mindestens 22 Menschen und verwundeten hunderte mehr. |
6 | ইন্টারনেটে এই ভয়াবহ ঘটনাটি সরাসরি প্রচার করা হয় এবং সারা বিশ্বের শত শত বিস্মিত দর্শক তা প্রত্যক্ষ করে। | Dieser Horror wird von hunderten schockierten Zuschauern auf der ganzen Welt im Internet verfolgt. |
7 | সরাসরি অনেকে এই ঘটনাটি দেখার মাধ্যমে বিষয়টি উন্মোচন হয়ে পড়ে যে এটি এক নির্মমতার প্রদর্শন। | Viele der Zuschauer bezeichnen den Livefeed als brutal. |
8 | সরকারি নিরাপত্তা বাহিনীর আক্রমণে মাথায় আঘাত পাওয়া এক বিক্ষোভকারীকে সানা বিশ্ববিদ্যালয়ের কাছে অস্থায়ী ভাবে নির্মিত এক হাসপাতাল/ মসজিদে চিকিৎসা প্রদান করে হচ্ছে। | Ein Demonstrant, der bei einem Angriff durch Sicherheitskräfte der Regierung am Kopf verwundet wurde, wird im Not-Krankenhaus (der Moschee) nahe der Universität von Sanaa medizinisch versorgt. |
9 | ছবি লুক সোমেরস-এর, কপিরাইট ডেমোটিক্সের (১৮/০৯/২০১১)। | Bild von Luke Somers, copyright Demotix (18/09/2011). |
10 | ভার্চুয়াল এক্টিভিজম সংবাদ প্রদান করেছে: | Virtual activism berichtet: |
11 | @ভার্চুয়ালএক্টিভিজম : সাংবাদিকরা বলছে একজন ব্যক্তি এইমাত্র আরেকজন ব্যক্তির ছিন্ন মস্তক পেয়েছে, আরপিজি (রকেট প্রপেলড গ্রেনেড) নামক অস্ত্র যে ব্যক্তির মাথায় সরাসরি আঘাত করে এবং উক্ত নাগরিক এই মস্তক সরাসরি দেখাতে ইচ্ছুক নয়#ইয়েমেন | @virtualactivism: Korrespondent berichtet, jemand habe ihm gerade den Kopf von einem Mann gebracht, der direkt von einer RPG getroffen wurde, und dass er es nicht auf dem Livestream zeigen wird #yemen |
12 | ওমার মাসজারি আমাদের জানাচ্ছে: | Omar Mashjari informiert uns: |
13 | @ওমারমাস:নিষ্পাপ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের উপর আরপিজির হামলা চালানো হচ্ছে, তরুণদের মাথা লক্ষ্য করে তা ছোঁড়া হয়, এর চেয়ে শয়তানী কাজ আর হতে পারে না। | @OmarMash: RPJ greift unschuldige friedliche Demonstranten an, zielt auf die Köpfe junger Männer. Das ist beispiellos böse. |
14 | #ইয়েমেন#সানাম্যাসাকার। | #Yemen #SanaaMassacre |
15 | আহত ইয়েমেনী এক বিক্ষোভকারীকে অপেক্ষমান এক অ্যাম্বুলেন্সে সাহয্য করা হচ্ছে, রাজধানী সানাতে শান্তিপূর্ণ এক বিক্ষোভের উপর হামলা চালানোর পরের দৃশ্য এটি। | Verwundete jemenitische Demonstranten werden während der Eskalation nach einer friedlichen Demonstration in Sanaa zu einem wartenden Krankenwagen gebracht. |
16 | ছবি সালেহ মাগলাম-এর, কপিরাইট ডেমোটিক্সের। | Foto von Saleh Maglam, copyright Demotix (18/09/2011). |
17 | (১৮/0৯/২০১১)। ইয়াদ এল বাগদাদি নিশ্চিত করেছে: | Iyad El Baghdadi bestätigt: |
18 | @ইয়াদ_এলবাগদাদি :নিশ্চিত করছি:আজ #ইয়েমেনের শাসকের প্রতি বিশ্বস্তরা নিরস্র জনতার প্রতি বিমান বিধ্বংসী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। | @iyad_elbaghdadi: Bestätigt: Flugabwehr-Geschosse wurden heute von den Regime-Anhängern gegen unbewaffnete Demonstranten eingesetzt. |
19 | ২২ জন মারা গেছে, শত শত নাগরিক আহত হয়েছে #সানা #ম্যাসাকার | 22 getötet, „hunderte“ verletzt. #Sanaa #Massacre |
20 | নাদিন সতর্ক করে দিচ্ছে: | Nadine warnt: |
21 | @আর্থটোইনাদিন: ইয়েমেনিরা হচ্ছে অন্যতম সশস্ত্র জাতী, তারপরেও তারা মাসের পর মাস নির্মমতা সহ্য করেও এখনো শান্তিপূর্ণ মনোভাব বজায় রেখেছে। | @earthtoinadine: Die Jemeniten sind eines der bewaffnetsten Völker, trotzdem sind sie monatelang friedlich geblieben im Angesicht der Brutalität. |
22 | এবং মৌরিতানিয়ার ব্লগার নাসের ওয়েড্যাডি এর সাথে যুক্ত করেছে: | Das ist Standhaftigkeit. Und der mauretanische Aktivist Nasser Weddady folgert: |
23 | @ওয়েড্যাডি: গত মাসের আলোকে বলা যায়, #ইয়েমেনে আজকে যে গণহত্যা সংগঠিত হয়েছে, তা আন্তর্জাতিক উদাসীনতার এক যৌক্তিক প্রভাব। | @weddady: Betrachtet man die letzten Monate, ist das heutige Massaker im Jemen eine logische Konsequent der internationalen Apathie. |
24 | ইয়েমেন সম্বন্ধে আরো সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। | Dieser Beitrag ist Teil unserer Sonderberichterstattung zu den Jemen-Protesten 2011. |