# | ben | deu |
---|
1 | সুইডেনঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ‘বর্ণবাদী কেক’ বিতর্কে জড়িয়ে পড়েছেন | Schweden: Kulturministerin in Kontroverse um Kunstwerk in Form von ‚rassistischem Kuchen‘ |
2 | সংবাদ ওয়েবসাইট গ্রীও. | Alle Links in diesem Artikel führen, sofern nicht anders gekennzeichnet, zu englischsprachigen Webseiten. |
3 | কম-এর রিপোর্ট অনুযায়ী, সুইডিশ সংস্কৃতি মন্ত্রী লেনা অ্যান্ডারসন লিলজেরথ গত ১৫ এপ্রিল ২০১২ তারিখ তারিখে ‘বিশ্ব শিল্প দিবস' উপলক্ষে স্টকহোমে মডার্ন আর্ট মিউজিয়াম পরিদর্শনে যান। | Die Nachrichtenwebseite grioo.com berichtete am 15. April 2012, dass die schwedische Kulturministerin, Lena Adelsohn Liljeroth, eine Ausstellungsvorschau im Museum of Modern Art in Stockholm besucht habe, um den ‘World Art Day' zu feiern. |
4 | এই পরিদর্শনের একটি ভিডিও ক্লিপ ইউটিউব এ পন্টাস রাউড-এর আপলোড করেন, যাতে দেখা যাচ্ছে যে একজন আফ্রিকান নারীর অবয়বের কেক সকলে উপভোগ করছেন: | Der Höhepunkt der Show scheint das Verkosten des ‘schmerzhaften Kuchens' gewesen zu sein, der den Körper einer afrikanischen Frau darstellt, wie man in dem folgenden von Pontus Raud hochgeladenen Video auf YouTube sehen kann: |
5 | শিল্পকর্মটি হল ম্যাকডে লিন্ডেএর। | Das Prunkstück ist das Werk von Makode Linde. |
6 | তিনি তাঁর ফেসবুক প্রোফাইল-এ এই অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন এবং ব্যাখ্যা করেন: | Der Künstler veröffentlichte ein Bild des Events auf seiner Facebookseite und erklärt: |
7 | এটি আজকে স্টকহোমের মোমাতে কেকের মধ্যে স্ত্রী জননাঙ্গ কাটার পরিবেশনার স্মারক। | Dokumentation meiner Performance einer Verstümmlung der weiblichen Geschlechtsorgane, die vorhin im Stockholmer moma stattfand. |
8 | এই ছবিটি সাংস্কৃতিক মন্ত্রী, লেনা অ্যান্ডারসন লিলজেরথ কর্তৃক আমার স্ত্রী জনন অঙ্গহানির পরের চিত্র। | Dies hier ist nach der Verstümmlung meiner vagaga [Vagina] durch Kulturministerin Lena Adelsohn Liljeroth. |
9 | তিনি আমাকে নীরবে বিদ্রূপ করে বলেছিলেন, “আপনার জীবন এর পরে আরও ভাল হবে”। | Bevor sie mich aufschnitt, flüsterte sie: “Dein Leben wird hinterher besser sein.” |
10 | আর্ট ইনস্টলেশন- মাকোদে লিন্ডার ফেসবুকের পাতা থেকে নেওয়া | Kunstinstallation - Makode Lindes Facebookseite |
11 | “দি লোকাল” নামক একটি অনলাইন সংবাদ পোর্টাল-এর সূত্র মতে, এই ভিডিওটি কিতিম্বা সুবানির সহ কিছু সুইডিশ নাগরিকের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। | Laut ‘The Local‘, einem Online-Nachrichtenportal, sorgte das Video für Entrüstung unter den Schweden, einschließlich Kitimbwa Sabuni, der Sprecherin für die National Afro-Swedish Association, die für den Rücktritt der Ministerin plädierte. |
12 | কিতিম্বা সুবানি জাতীয় আফ্রো- সুইডিশ এসোসিয়েশনের মুখপাত্র তিনি মন্ত্রীর পদত্যাগে দাবি করেছেন। | Lyly Souris [fr] fragt sich auf Facebook: Entschuldigung, wie heißt der Künstler? |
13 | ফেসবুক ব্যবহারকারী লিলি সউরিস বিস্মিত: | Ich möchte verstehen, was er beabsichtigt. |
14 | বোঝার জন্য আমার এই অনুসন্ধানে কি আমার অপমান অকার্যকর নয়! | Diese Suche nach dem Sinn negiert allerdings nicht meine Entrüstung. |
15 | আমি এই ধারনার নামে এই বিষয়টি এটা লুকাতে চাইনা যে, শিল্পের নামে আমাদের যা খুশি তা করার অধিকার আছে। | Ich möchte mich nicht hinter der Idee verstecken, dass wir im Namen der Kunst alles tun dürfen. |
16 | আমি মনে করি এটি একটি অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি করেছে কিন্তু এই শিল্পী, এই শিল্প মন্ত্রণালয় এই সকলের সচেতনতা বৃদ্ধি করেছে। | Ich denke nicht, dass diese Kontroverse, die hier geschaffen wird, unnötig ist, sondern mache nur auf diesen einen Künstler aufmerksam, diese eine Kulturministerin und alle anderen. |
17 | সময় চলে গেছে যখন আমরা সকলের নয়নগোচর এবং সমাজে স্বীকৃত হওয়ায় জন্যে কিছুই করিনি। | Die Zeit, als wir nichts sagten, um nicht bemerkt zu werden und von der Gesellschaft akzeptiert zu werden, ist vorbei. |
18 | এখন আমরা নামমাত্র আন্দোলনে নেমেছিঃ আমাদের নিজেদের প্রতি সম্মান থাকা উচিৎ। | Heute herrscht eher die Auffassung: Lasst uns uns selbst respektieren! |
19 | ইউটিউবে দিডিডিইরালফ মন্তব্য করেছেঃ | theddyralf kommentiert auf YouTube [fr]: |
20 | শ্বেতাঙ্গ মানুষ স্টকহোমে একটা নিগ্রোর চেহারার কেক খাচ্ছে, এটা শ্বেতাঙ্গদের কতখানি ঘৃণা নিগ্রোদের প্রতি ও তাদের নিচু মানসিকতার বিরুদ্ধে ঠেলে দিবে? | Weiße essen ein Stück von einem Schwarzen in Stockholm. Wie groß muss der Hass der Weißen auf die Schwarzen sein, um Menschen derart zu kommodifizieren? |
21 | সবসময় এ পরিহাস করা হয়েছে নিগ্রোদের সেবার নামে এই নোংরা খেলার মাধ্যমে…। | Das Ironische ist, dass es immer Schwarze geben wird, die dabei mitspielen und sich anbieten, die schmutzige Arbeit selbst zu erledigen. |
22 | লিন্ডে তাঁরফেসবুক প্রোফাইল এ একটি উন্মুক্ত বার্তা পান যা শিল্পী ডেমিয়েন মুরকে উৎসাহিত করেঃ | Linde erhielt auch öffentliche Nachrichten auf seiner Facebookseite, wie die von Damone Moore, der den Künstler bestärkt: |
23 | আমি আপনার শেষ কাজটি ভালবাসি। | Ich liebe Ihr letztes Werk. |
24 | এটি মানুষকে বুঝিয়ে দেয় যে আক্ষরিক অর্থে ক্রীতদাসদের সাথে কি ঘটেছে…।। ২০০৯ এ আরবান লাইফ. | Es bringt die Menschen zum Denken und zum Diskutieren, was mit Sklaven IM WÖRTLICHEN SINNE passiert ist… |
25 | সে নামক আফ্রো-ক্যারিবিয়ান সংস্কৃতির উপর একটি ওয়েবসাইেট লিন্ডের একটি উত্তেজক কাজের কথা মনে করিয়ে দেয়। | Ein 2009 auf UrbanLife.se, einer Webseite über afro-karibische Kultur, veröffentlicher Artikel, machte auf den provokativen Aspekt von Lindes Werk aufmerksam: |
26 | অন্যদের দৃষ্টি ভঙ্গীতে ভাল মানুষ ও ভাল জীবন সংক্রান্ত পশ্চিমী ধারণা কেমন সে সম্পর্কে মাকাদে চাতুর্যময় সারল্যে ও কৌতুকপূর্ণ মনভাবের সমন্বয়ে তাঁর শিল্প কর্মকে উপস্থাপন করেছেন। | Mit trügerischer Leichtigkeit und trügerischem Humor stellt Makode Lindes Werk die westlichen Auffassungen eines guten Menschen und guten Lebens in Verbindung mit der Wahrnehmung des Anderen dar. |
27 | সমগ্র সেনাবাহিনীর ক্ষুদ্র ক্ষুদ্র রূপান্তরিত শিল্পকর্ম সৃষ্টি করা হয়েছে; যা পশ্চিমা ইতিহাসের সম্পূর্ণ এক রোম্যান্টিক উপস্থাপনা। এ ইতিহাসে চিহ্নিত করা হয়েছে সন্ত্রাস, দাসত্ব ও বর্ণপ্রথার মাধ্যমে। | Es wird eine ganze Reihe kleiner Änderungen herbeigeführt, die eine völlig romantisch verklärte Sicht desjenigen Abschnitts westlicher Geschichte zur Schau stellen, der von Gewalt, Sklaverei und Rassismus geprägt ist. |
28 | মাক্সিট ওলসন একজন গুয়াডালুপিয়ান সুইডিশ শিল্পী, বলেন কিছু যুক্তি শিল্পির কাজ দমিত করেনাঃ | Für Maxette Olson [fr] aus Guadeloupe, die in Schweden lebt, spricht diese Begründung den Künstler noch lange nicht frei: |
29 | ম্যাকডে লিন্ডে একজন কালো যুবক। | Makode ist ein junger schwarzer Mann. |
30 | তিনি হয়ত কাল মানুষ দের বিপক্ষে নন, কিন্তু তিনি একজন সুইডিশ কৃষ্ণাঙ্গ যিনি অন্যান্য কৃষ্ণাঙ্গদের মত বর্ণবাদ বিরোধী। | Vielleicht hat er zwar nichts gegen Schwarze, aber er ist ein schwedischer Schwarzer, der denkt, er sei gegen Rassismus immunisiert, wie viele andere Schwarze hier. |