Sentence alignment for gv-ben-20090216-1619.xml (html) - gv-deu-20090210-495.xml (html)

#bendeu
1আর্মেনিয়া: ইউরোভিশন নিয়ে আশাবাদিরাArmenien: Eurovisionshoffnungen
2যদিও ইউরোপের বেশিরভাগ দর্শক এটাকে নিছক বিনোদন হিসাবেই দেখে, কোন সন্দেহ নেই যে ইউরোভিশন আন্তর্জাতিক গানের প্রতিযোগিতা দক্ষিণ ককেশাসে বেশ গুরুত্বের সাথে নেয়া হয়।Obwohl der internationale Eurovision Song Contest den meisten Zuschauern in Europa eher als Witzveranstaltung gilt, wird er dagegen im Südkaukasus tatsächlich sehr ernst genommen.
3সে দেশের সংস্কৃতি আর পরিচিতি তুলে ধরার জন্য এক উৎকৃষ্ট সুযোগ হিসাবে একে ধরা হয়। আর্মেনিয়ার অনেকে উৎসুক দেখার জন্য যে কারা তাদেরকে আগামী মে মাসে মস্কোতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে।Hier wird er als perfekte Chance gesehen, nationale Kultur und Identität darzubieten und viele Armenier warten bereits gespannt auf die Entscheidung, wer sie im Mai in Moskau repräsentieren wird.
4একটা সম্ভাবনা আছে যে স্থানীয় শিল্পী ইঙ্গা আর আনুশ দেশকে প্রতিনিধিত্ব করবে আর এরই মধ্যে তাদের একটি ফেসবুক গ্রুপ তৈরি হয়েছে তাদের মনোনয়নকে সমর্থন করার জন্য।Möglicherweise werden die einheimischen Sängerinnen Inga und Anush das Land repräsentieren. Sie haben auch bereits eine Gruppe auf Facebook ins Leben gerufen.
5তবে দ্যা আর্মেনিয়ান অবজার্ভার সন্তুষ্ট হননি:The Armenian Observer beeindruckt das jedoch wenig.
6যেহেতু আমি এই মেয়েদেরকে সহ্য করতে পারিনা কারন তারা গান গাওয়ার ভান করে চিৎকার করে। আমি তাই এ ব্যাপারে পোস্ট দিতে দেরী করছিলাম।Weil ich das Geheule und Gebelle dieser Mädchen, die so tun, als würden sie singen, einfach nicht ab kann, habe ich es immer wieder verschoben, darüber zu schreiben.
7তবে এই মেয়েদেরকে সমর্থনের জন্য ইউরোভিশনে একটা ফেসবুকের দলে যোগদানের আমন্ত্রণ আসে। আমি তখন বুঝতে পারলাম, পছন্দ করি বা না করি, তারা আর্মেনিয়াকে প্রতিনিধিত্ব করবে আর আমি আর্মেনিয়াকে সমর্থন করবো- এই দু:খজনক মনোনয়ন সত্ত্বেও।Nachdem ich aber eine Einladung erhalten habe, einer Facebook-Gruppe beizutreten, die die Mädchen unterstützt, dämmerte mir, dass die beiden - ob es mir nun gefällt oder nicht - Armenien vertreten werden, und dass ich Armenien unterstützen werde - auch angesichts dieser denkbar schlechten Wahl.
8কারন সব কিছুর পরেও- ইউরোভিশন আশ্চর্যজনকভাবে, আর্মেনিয়ায় জন্যে বেশ বড় ব্যাপার, আর তাদের বিকল্প খুব বেশী নেই।Der Eurovision [Song Contest] ist doch, so seltsam es auch sein mag, eine wirklich große Sache in Armenien, und außerdem gibt es dazu nicht besonders viele Alternativen. […]
9অন্যরা অবশ্য অন্যভাবে দেখে।Andere denken darüber jedoch anders.
10উদাহরণস্বরুপ আনজিপড: গে আর্মেনিয়া আশা করে যে এই দুই শিল্পী শনিবার জাতীয় ড্রতে বাছাই হয়ে মনোনীত হবে:Unzipped: Gay Armenia hofft z. B., dass die beiden Sängerinnen bei der nationalen Endausscheidung am Samstag gewinnen werden.
11ইঙ্গা আর আনুশ আর্শাকিয়ান্স জানিয়েছে যে তারা “গুটান” নামক গান পরিবেশন করবে ইউরোভিশন ২০০৯ এ আর্মেনিয়ার হয়ে।Inga und Anush Arshakyans haben bekannt gegeben, dass sie mit dem Song “Gutan” als armenischen Beitrag beim Eurovision [Song Contest] 2009 an den Start gehen werden.
12অবশ্য ১৪ই ফেব্রুয়ারীর চুড়ান্ত বাছাই এর ফলে ওরা যদি বাছাই হয় তাহলে। ওরা গুনান্বিত, ভালো কন্ঠ আর মঞ্চে পরিবেশন ক্ষমতা আছে।Das natürlich nur, wenn sie am 14. Februar bei der Endausscheidung auch gewinnen […] Sie haben Talent, gute Stimmen und bringen etwas auf die Bühne.
13ওরা বিরক্তিকর না, আর স্নিগ্ধভাবে অন্যদের থেকে পৃথক।Sie sind nicht langweilig und auf nette Weise anders.
14আর তাদের গান “গুটান” আমি বেশ পছন্দ করি- লোকগীতির সংমিশ্রন।Außerdem gefällt mir ihr Song “Gutan” - ein gemischtes Volkslied.
15খারাপ না।Nicht schlecht.
16একেবারেই খারাপ না।Überhaupt nicht schlecht.
17আসলে বেশ ভালো।Tätsächlich richtig gut.
18এগিয়ে গেলো ইঙ্গা আর আনুশ!Viel Glück, Inga und Anush!
19রিয়াল আরমেনিয়া একমত:Real Armenia stimmt dem zu.
20আমার ভোট ইঙ্গা আর আনুশ আর্শাকিয়ান্স এর জন্য!!![…] meine Stimme geht an Inga und Anush Arshakyan!!!
21আর্শাকিয়ান্স প্রথমে শুরু করেছিল আর্মেনিয়ার জাতীয় সঙ্গীত থিয়েটার দিয়ে আর পরে পরিবেশন করেছে স্থানীয়- লোকসঙ্গীত আধুনিক পরিবেশনায়।Arshakyan begann ursprünglich an der armenischen Staatsbühne und machte später Ethno-Folk-Songs mit modernem Arrangement.
22বাজনা ঐতিহ্যগত সুরকে বাঁচিয়ে এতে সুন্দর আধুনিক একটা মোড় দেয়।Die Musik behält traditionelle Melodien bei und gibt ihnen modernen Schwung.
23পাঁচ দিনের মধ্যে, বাছাই করা হবে আর দেশের ও বাইরের আর্মেনিয়রা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকার কম সময় পাবেন।In fünf Tagen fällt die Entscheidung und Armenier, sowohl zuhause wie auch im Ausland, wird nur wenig anderes interessieren.