Sentence alignment for gv-ben-20120328-24112.xml (html) - gv-deu-20120331-7598.xml (html)

#bendeu
1ভারত: বিশ্বের সর্বশেষ হাতেলেখা সংবাদপত্রIndien: Die letzte handgeschriebene Zeitung der Welt
2সংবাদপত্রের আদিরূপটি হলো হাতে লেখা এবং সম্ভবতঃ ‘দি মুসলমান'ই বিশ্বের সর্বশেষ অবশিষ্ট হাতে লেখা সংবাদপত্র।[Alle Links sind auf Englisch sofern nicht anders angegeben.]
3১৯২৭ সালে এই উর্দু ভাষার সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেছিলেন জনাব সৈয়দ আসমাদুল্লাহ সাহী এবং তখন থেকেই ভারতের চেন্নাই শহর থেকে প্রতিদিন এটি প্রকাশিত হচ্ছে।Die allerersten Zeitungen [de] wurden von Hand geschrieben, doch heute ist The Musalman wahrscheinlich die letzte handgeschriebene Zeitung der Welt.
4বর্তমানে সৈয়দ আসমাদুল্লাহের নাতি সৈয়দ আরিফুল্লাহ এর পরিচালনায় ছয়জন দক্ষ লিপি কর্মী প্রতিদিন চার পৃষ্ঠার এই সংবাদপত্রে কাজ করেন।Die urdusprachige Zeitung wurde 1927 von Chenab Syed Asmadullah Sahi gegründet und erscheint seither täglich in der indischen Stadt Chennai. Herausgeber der Zeitung ist derzeit Syed Asmadullahs Enkel Syed Arifullah.
5প্রায় ২৩,০০০ প্রচারসংখ্যার উর্দু ভাষার এই সংবাদপত্রটিতে রাজনীতি, সংস্কৃতি ও খেলাধুলাসহ নানামুখী সংবাদ পরিবেশিত হয়।Sechs kunstfertige Kalligraphen erstellen jeden Tag die vier Seiten der Zeitung, die eine Auflage von etwa 23.000 Stück hat.
6প্রযুক্তির সাম্প্রতিক উন্নয়নের ফলে জনগণ সংবাদ ইন্টারনেটে পড়ার কারণে যেখানে কাগজের সংবাদপত্র লোপ পাচ্ছে, সেখানে খবর পরিবেশনে এমন ব্যক্তিগত স্পর্শ খুঁজে পাওয়া বিরল।Das Blatt berichtet auf Urdu über Nachrichten unter anderem aus den Bereichen Politik, Kultur und Sport. In einer Zeit der technischen Neuerungen, da gedruckte Zeitungen aussterben, weil Nachrichten online gelesen werden, ist solch eine persönliche Note selten.
7সংবাদপত্রটির মূল্য এখনো মাত্র ৭৫পয়সা (২ মার্কিন সেন্ট প্রায়)।Die Zeitung kostet 75 Paise - etwa einen Cent.
8পত্রিকা অফিসের সাইনবোর্ড।Firmenschild der Zeitung.
9দি মুসলমান ভিডিওটির স্ক্রীণছবি থেকেBild aus dem Video The Musalman
10মদনমোহন তরুণ রিপোর্ট করেছেন:MadanMohan Tarun berichtet:
11বর্তমানে এটি সম্পাদনা করছেন সৈয়দ আরিফুল্লাহ।Die Zeitung wird derzeit von Syed Arifullah herausgegeben.
12তার পিতা মারা গেলে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তার পিতা এটি ৮০ বছর পরিচালনা করেন।Er übernahm diese Aufgabe nach dem Tod seines Vaters, der die Zeitung 40 Jahre lang geleitet hatte.
13তার এটি দাদা প্রতিষ্ঠা করেছিলেন ১৯২৭ সালে।Syed Arifullahs Großvater hatte sie 1927 gegründet.
14এই সংবাদপত্রটি এখনো তার আদি রূপটি পরিগ্রহ করে আছে এবং উ্দু কম্পিউটার ফন্টের সাথে আপস করেনি। [..]Das Blatt hat sein ursprüngliches Aussehen bewahrt und sich der Urdu-Computerschrift verweigert. […]
15প্রতিটি পৃষ্ঠা তৈরী করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।Die Erstellung einer Seite dauert etwa drei Stunden.
16এর খণ্ডকালীন প্রতিবেদকদের কাছ থেকে ইংরেজীতে সংবাদ পাওয়ার পরে এগুলো উর্দুতে অনুদিত হলে কাতিব'রা - এখনো উর্দু লিখন শৈলী ধরে রাখা এসব লেখকেরা - পুরো কাহিনীটি কাগজে লিখে ফেলেন।Teilzeitjournalisten liefern die Nachrichten auf Englisch, dann werden sie ins Urdu übersetzt. Katiben - Schreiber, die die alte Kunst der urdischen Kalligrafie beherrschen - bringen das Ganze aufs Papier.
17তারপরে সেই গোটা হাতে লেখা কাগজটি নেগেটিভ অনুলিপি তৈরী করে ছাপার প্লেটে ছাপ দেয়া হয়। কাজে নিয়োজিত লিপিকর্মীরা।Danach wird ein Negativ der handgeschriebenen Zeitung angefertigt und auf Druckplatten gedruckt.
18‘দি মুসলমান' ভিডিওটির স্ক্রীনছবি কেনো এখনো লিথোগ্রাফি ব্যবহার করা হয় ব্যাখ্যা করে আফসার শাহীন মন্তব্য করেন লুৎফিস্পেসের একটি পোস্টে:Afsar Shaheen erklärt in einem Post auf Luthfispace, warum die Zeitung immer noch mittels Lithografie (Steindruckverfahren) hergestellt wird:
19উর্দু টাইপ সেট করা খুবই কঠিন এবং হাতে লেখা কাজের তুলনায় টাইপ সেট দেখতে কুৎসিত।Das Schriftsetzen für Urdu ist sehr schwierig, und im Vergleich zu handschriftlichen Texten sehen maschinelle Schriftsätze hässlich aus.
20সুতরাং অন্যান্য ভাষা টাইপ সেট গ্রহণ করলেও উর্দু লিথোগ্রাফে ফিরে গিয়েছে।Darum wurde für Urdu die Lithografie gewählt, während andere Sprachen maschinelle Schriftsätze übernommen haben.
21কম্পিউটারের আবির্ভাবের সাথে সাথে উর্দু লেখা অনেক গতি পায়। এতে লিথোগ্রাফির সমস্যা ছাড়াই লিপিবিদ্যার লেখনী ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়।Die Entwicklung des Computers hat das Schreiben auf Urdu sehr erleichtert, denn Computer erlauben Kalligrafie ohne die Probleme des Lithografiedrucks.
22তবুও দক্ষ কাতিবের লেখা এবং ভালভাবে লিথোগ্রাফ করা বই বা সংবাদপত্র খুবই মনোমুগ্ধকর এবং সুন্দর; কম্পিউটারে লেখা উর্দু তার ধারে কাছেও না।Doch ein Buch oder eine Zeitung, die von einem guten Katib geschrieben und ordentlich lithografiert wurden, sind sehr schön und ansprechend; computergeschriebenes Urdu kann da nicht mithalten.
23পত্রিকাটি সম্পর্কে আরও জানতে ইশানি কে.Dieser Kurzfilm über die Zeitung von Regisseur Ishani K.
24দত্ত পরিচালিত এবং ভারতের বহির্বিশ্ব বিষয়ক মন্ত্রণালয়ের কূটনৈতিক বিভাগের প্রযোজিত ও ইউটিউবে আপলোড করা এই ভিডিওটি দেখুন:Dutta wurde von der Abteilung für Öffentlichkeitsarbeit des indischen Außenministeriums produziert und auf YouTube hochgeladen: