# | ben | deu |
---|
1 | পরিকল্পিত অলিম্পিক নৌকা রেসিং কোর্স টোকিও পার্কের জন্য হুমকি স্বরূপ | |
2 | ফ্লিকার ব্যবহারকারি ইউচি সাকুরাবার তোলা কাসাই রিঙ্কাই পার্কের ছবি। | Geplante olympische Kanu-Regattastrecke bedroht Park in Tokio |
3 | (সিসি বাই-এনসি ২. ০) জাপানের তের হাজারেরও বেশি মানুষ চেঞ্জ. | Foto des Kasai Rinkai Park von Flickr User Yuichi Sakuraba (CC BY-NC 2.0) |
4 | অরগের এক পিটিশনে স্বাক্ষর করেছেন [জাপানিজ ভাষায়]। তাঁরা নৌকা দৌড় স্টেডিয়াম নির্মাণ করতে কাসাই রিঙ্কাই পার্কের অংশ ধ্বংস না করতে সেই পিটিশনে টোকিও গভর্নর এবং জাপানি অলিম্পিক কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন। | Mehr als 13.000 Menschen haben eine Change.org-Petition [ja] unterzeichnet, die den Gouverneur Tokios und das japanische Olympische Komitee eindringlich bittet, einen Teil des Kasai Rinkai Parks nicht durch den Bau einer Regattastrecke zu zerstören. |
5 | উন্নয়ন এবং দূষণের কারণে হারিয়ে যাওয়া জীব বৈচিত্র্য ফিরিয়ে আনতে পার্কটির ২৫ বছরের সমন্বিত প্রচেষ্টা সত্ত্বেও আসন্ন ২০২০ টোকিও অলিম্পিকের জন্য টোকিও এবং জাপানি অলিম্পিক কমিটি সেখানে রেসিং কোর্সটি গড়ে তোলার পরিকল্পনা করেছে। | Tokio und das japanische Olympische Komitee planen den Bau einer Regattastrecke für die bevorstehenden Olympischen Sommerspiele 2020 in Tokio, ungeachtet der seit 25 Jahren unternommenen gemeinschaftlichen Anstrengungen im Kasai Rinkai Park, die durch Bauprojekte und Umweltverschmutzung verloren gegangene Artenvielfalt wiederherzustellen. |
6 | পিটিশন সংগঠকের পক্ষ থেকে [জাপান] পার্কের প্রকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয়েছে: | Der Organisator der Petition beschreibt [ja] die Schönheit und Vielfalt der Natur in dem Park: |
7 | টোকিওর কাসাই রিঙ্কাই উদ্যানটি বিশ্বমানের। | Der Kasai Rinkai Park ist ein Park von Weltrang in Tokio. |
8 | এর পুকুর, সবুজ ঘাসে ঢাকা এলাকায় এবং পাইন বনটি ২২৬ ধরনের বন্য পাখি, ১৪০ ধরণের কীটপতঙ্গ, ৮০ ধরণের মাকড়সা, ৯১ প্রকারের গাছ এবং ১৩২ ধরণের বন্য ঘাসের আবাসস্থল। | In seinem Weiher, auf seinen Grasflächen und in seinem Kiefernwald existieren 226 Wildvogelarten, 140 Insektenarten, 80 Spinnenarten, 91 Baumsorten und 132 Arten von Wildgräsern. |
9 | এমনকি বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত কালো মুখ বিশিষ্ট স্পুনবিলও আপনি এখানে দেখতে পাবেন। | Man kann sogar Schwarzgesichtlöffler [eine Wasservogelart] beobachten, die auf der Liste der bedrohten Tierarten stehen. |
10 | শহুরে জীবনের চাপ থেকে রেহাই পেতে পরিবার সহ সবাই এখানে আসে এবং হাঁটা বা সাইকেল চালিয়ে এর আশেপাশের প্রকৃতি উপভোগ করে। | Familien kommen hierher um sich vom Stress des Stadtlebens zu erholen und gehen spazieren oder Radfahren, um die Natur zu genießen. |
11 | জাপানের ওয়াইল্ড বার্ড সোসাইটি গত আগস্টের শেষ দিকে টোকিও মেট্রোপলিটন গভর্নর ও জাপানি অলিম্পিক কমিটির কাছে নৌকো দৌড়ের জন্য কাসাই রিঙ্কাই পার্কটি ব্যবহারের পরিকল্পনা পরিবর্তন করতে একটি অনুরোধ পত্র জমা দিয়েছে। | Die Wildvogel Gesellschaft Japans reichte Ende August ein Gesuch [ja] an den Gouverneur der Präfektur Tokio und das japanische Olympische Komitee ein, mit der Bitte um Änderung des Plans, den Kasai Rinkai Park für die Regattastrecke zu verwenden. |
12 | বন্যপ্রাণী ও প্রাণী সাংবাদিক ইকি সাতো তার ব্লগে টোকিও গভর্নর নাওকি ইনোসকে একটি বার্তা লিখেছেন [জাপানিজ]: | Der Wildnis- und Tierjournalist Eiki Sato schrieb eine Botschaft an den Tokioter Gouverneur Naoki Inose in seinem Blog [ja]: |
13 | প্রিয় গভর্নর ইনোস, আপনি হয়তো ভাল করে জানেন, কাসাই রিঙ্কাই পার্কটি “দূষণ এবং কৃত্রিম জমি পুনঃ দাবির দ্বারা ধ্বংস হওয়া টোকিও প্রাকৃতিক পরিবেশ পুনর্নির্মাণের লক্ষ্য” টোকিও মেট্রোপলিটন সরকার দ্বারা নির্মিত হয়। | Sehr geehrter Herr Gouverneur Inose, wie Sie sicher wissen, ist der Kasai Rinkai Park ein von der Tokioter Präfektur geschaffener Park mit “dem Ziel, die natürliche Umwelt Tokios wiederaufzubauen, die durch Umweltverschmutzung und künstliche Landgewinnung zerstört worden war.” |
14 | […] ২০২০ টোকিও অলিম্পিকের জন্য একটি নৌকা রেসিং কোর্স তৈরি ও অন্যান্য সুবিধার জন্য পার্কের অর্ধেক অংশ ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। | […] Für die olympischen Sommerspiele 2020 in Tokio ist geplant, dass die Hälfte des Parks für eine Kanu Regattastrecke und die dazugehörigen Anlagen verwendet wird. |
15 | […] কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা অর্থায়ন করলে এটি পার্কটির প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে ফেলবে যা ফিরিয়ে আনতে জনগণ গত ২৫ বছর ধরে কঠিন পরিশ্রম করে যাচ্ছে। | […] Es werden Millionen für die Finanzierung dieses Projekts bereitgestellt und dadurch die Natur zerstört, für deren Wiederherstellung die Menschen 25 Jahre lang so hart gearbeitet haben. |
16 | প্রিয় গভর্নর, আপনি সহজেই অনুমান করতে পারেন যে, একটি খাল এবং জমাটবদ্ধ নয় মিটার উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ১০,০০০ দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন পার্কটি এই বিশেষ অবস্থানের জন্য সঠিক দেখাচ্ছে না। | Sehr geehrter Herr Gouverneur, ich bin sicher Sie können sich leicht vorstellen, dass der Park mit einem Kanal und einer neun Meter hohen Betonmauer mit einem Fassungsvermögen von 10.000 Zuschauern an diesem besonderen Ort nicht richtig aussehen wird. |
17 | পোস্টটি দ্রুত সামাজিক মিডিয়াতে মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত ও শেয়ার করা হয় এবং ঊনষাট হাজার ফেসবুক সুপারিশ সহ দুই লক্ষ ট্রাফিক হিট অর্জন করে। | Der Blog-Eintrag verbreitete sich schnell über Social-Media-Seiten und erzeugte viel Aufmerksamkeit: Er generierte mehr als 200.000 Seitenaufrufe mit 59.000 Empfehlungen auf Facebook. |
18 | আপনি টোকিও প্রকৃতি প্রতিনিধিত্বের অধীনে ইকি সাটোর তোলা ছবি সহ তার ব্লগে দেখতে পারেন [জাপানিজ ভাষায়]। | Fotos von Eiki Sato, welche die wenig gezeigte Natur Tokios zum Thema haben, sind auf seinem Blog [ja] zu finden. |