Sentence alignment for gv-ben-20120410-24656.xml (html) - gv-fil-20120407-413.xml (html)

#benfil
1মালাউয়ি: মুথারিকার মৃত্যুতে অনলাইনে প্রতিক্রিয়াMalawi: Mga Reaksyon Online sa Pagkamatay ni Mutharika
2মালাউয়ি এবং মালাউয়ির বাইরের প্রচার মাধ্যম সংবাদ প্রদান করেছে, যে মালাউয়ির রাষ্ট্রপতি বিঙ্গু ওয়া মুথারিকা মারা গেছেন।Ayon sa mga ulat ng media sa loob at labas ng Malawi, pumanaw na ang pangulo ng bansa na si Bingu wa Mutharika [en].
3এই লেখা প্রকাশের সময়েও এই বিষয়ে সরকারি কোন সংবাদ ভাষ্য প্রদান করা হয়নি, আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করার ক্ষেত্রে দেরি হবার কারণে, অনেকে বিশ্বাস করেছে যে আরো খারাপ কিছু ঘটেছে।Habang wala pang opisyal na pahayag ang gobyerno tungkol dito, ang pagpapaliban sa anunsyo ay lumikha ng mga masamang haka-haka [*Silipin sa ibaba ang bagong balita tungkol dito].
4[*নীচে এই বিষয়ের উপর প্রদান করা তাজা সংবাদ দেখুন]। রাষ্ট্রীয় বেতার সংস্থা, রেডিও মালাউয়ি ব্রডকাস্ট কর্পোরেশন বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা প্রদান করে যে,(সংবাদে জানা গেছে রাষ্ট্রপতির বয়স হয়েছিল ৭৮ বছর) সকালে হৃদরোগে আক্রান্ত হবার কারণে, মুথারিকাকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছে।Inanunsyo ng State Radio Malawi Broadcasting Corporation noong gabi ng Huwebes, ika-5 ng Abril, na dinala sa bansang Timog Aprika si Mutharika [en] (na may edad na 78) matapos atakihin sa puso noong umaga ng araw ding iyon.
5মালাউয়ির রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে তার উপর প্রচণ্ড চাপ ছিল।Matagal nang binabatikos si Mutharika sa loob at labas ng bansa dahil sa sitwasyong pampulitika, panlipunan, at pang-ekonomiya ng Malawi.
6এদিকে এই ঘটনার পরেও মালাউয়ির শহরগুলো কাজকর্ম স্বাভাবিক ছিল, সামাজিক প্রচার মাধ্যমে ব্লগার এবং নেটনাগরিকরা মিশ্র অনুভূতির সাথে এই সংবাদ গ্রহণ করে।Habang nanatiling normal ang lagay ng kalakalan sa mga bayan ng Malawi, samu't sari ang naging pagtanggap ng mga blogger at ibang netizen sa mga social media site tungkol sa balita.
7মালাউয়ি ফুয়েল ওয়াচ নামক ফেসবুকের একটি গ্রুপের পাতায়, এক নেটনাগরিক লিখেছে:Sa Facebook group na Malawi Fuel Watch [en], isinulat ng isang netizen:
8লোল, রাষ্ট্রপতিও গেল আর এখন পেট্রল পাওয়া যাচ্ছে!lol wala na ang pangulo at ngayon may petrolyo na!
9২০১০ সাল থেকে মালাউয়ির নাগরিকদের জ্বালানী তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।Matagal nang pumipila para sa langis [en] ang mga Malawian magmula noong 2010.
10এদিকে অন্য আরেকজন লিখেছে :Komento naman ng isa:
11পিটার মুথারিকা [রাষ্ট্রপতির ভাই], যদি এভাবে দেশ চলতে থাকে তাহলে জয়েসকে [উপ রাষ্ট্রপতি] উক্ত পদে থাকতে দিন, আমাদের এখন জ্বালানী তেলের প্রয়োজন…Peter Mutharika [kapatid ng Pangulo], hayaan mo na si Joyce [Bise-Presidente] na mamahala kung mananatili ang status quo, kailangan namin ng langis ngayon…
12নিউ ইয়র্কের মেট্রোপলিটন জাদুঘরে-এ বিঙ্গু ওয়া মুথারিকা।Si Bingu wa Mutharika sa Metropolitan Museum sa New York.
13হোয়াইট হাউজের জন্য সরকারি ভাবে লরেন্স জ্যাকসনের তোলা ছবি যা পাবলিক ডোমেইনে প্রকাশ করা হয়েছে।Opisyal na Litrato mula White House na gawa ni Lawrence Jackson at inilathala sa Public Domain.
14মালাউয়ির সাংবাদিক এবং ব্লগার রেবেক্কা চিমিজেকা সংবাদ প্রদান করেছে যে বিঙ্গুর মরদেহ শীঘ্রই মালাউয়িতে ফিরিয়ে আনা হবে।Iniulat ng Malawian na mamamahayag at blogger na si Rebekka Chimjeka na ang mga labi ni Bingu [en] ay ibabalik din sa Malawi sa lalong madaling panahon.
15ভদ্রমহিলা বলেন যে মালাউয়ির জনগণ আশা করছে যে উপ রাষ্ট্রপতি জয়েস বান্দা সাংবাদিকবদের সাথে কথা বলবে।Dagdag niya, inaasahan ng mga taga-Malawi na haharap ang Pangalawang Pangulo na si Joyce Banda sa mga kasapi ng press.
16রেবেক্কা তার ব্লগে মুথারিকার মৃত্যু সংক্রান্ত তাজা সংবাদ প্রদান করে যাচ্ছে।Madalas siyang mag-update ng balita sa kanyang blog patungkol sa pagkamatay ni Mutharika.
17আরেকজন সাংবাদিক কোনডাওয়ানি মুনথালি, এর বিপরীত এক সংবাদে জানাচ্ছে যে মুথারিকাকে দক্ষিণ আফ্রিকার মিলপার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে:Pinasinungalingan naman [en] ng peryodistang si Kondwani Munthali ang mga balita na isinugod si Mutharika sa Milpark Hospital sa bansang Timog Aprika:
18মালাউয়ি এখন এক বিভ্রান্ত অবস্থায় আছে।Kritikal ang sitwasyong kinalalagyan ng Malawi ngayon.
19যদিও জানা গেছে যে বিঙ্গু মুথারিকা মিল পার্ক হাসপাতালে ভর্তি হয়েছে, কিন্তু সরকার কখনোই তা স্বীকার করেনি।Hindi totoong isinugod sa Milpark Hospital si Pangulong Bingu wa Mutharika taliwas sa sinasabi ng Pamahalaan.
20চিকিৎসক, ডিপিপি, পরিবার এবং অন্য সকল সূত্র সকল কিছু, নির্দেশ করছে যে গতকাল বেদনাদায়ক ভাবে রাষ্ট্রপতি দেহত্যাগ করেছে এবং দক্ষিণ আফ্রিকার এক শব রাখার স্থানে তার মৃতদেহ রাখা হয়েছে।Lahat ng palatandaan, medikal, DPP, kanyang pamilya at iba pang impormante ang nagsasabing namatay na ang Pangulo at nakalagak ang kanyang mga labi sa isang punenarya sa Timog Aprika.
21মিলপার্ক হাসপাতালের তথ্যে জানা যাচ্ছে যে আজ সকাল পর্যন্ত সেখানে ১৬ জন রোগী ইনটেনসিভ কেয়ার বিভাগে ভর্তি ছিল, আর তাদের মধ্যে রাষ্ট্রপতি মুথারিকার নাম নেই।Ayon sa mga talaang medikal ng Milpark Hospital, 16 katao ang nasa Intensive Care Unit sa umagang ito at ni isa sa kanila ang Pangulo.
22তিনি এই আশায় মালাউয়ির জন্য প্রার্থনা করছেন যে, দেশটিতে সংবিধান সম্মত ভাবে সবকিছু ঘটবে:Ipinagdasal niya ang Malawi sa pag-asang mananaig ang nakasaad sa saligang batas [en]:
23এই ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে যে, শাসক দলের কেউ কেউ সংসদকে, সংবিধান পরিবর্তনে প্রভাবিত এবং বাধ্য করার চেষ্টা করছে যাতে উপ রাষ্ট্রপতি ক্ষমতায় যেতে না পারে।Napapaulat na may ilang kasapi ng namamayaning partido ang nagmungkahi sa Parliyamento na magtipon at baguhin ang saligang batas upang hindi matuloy ang paghalili sa puwesto ng Pangalawang Pangulo.
24তার ব্লগে এই প্রার্থনা করা হয়েছে, যেন সংবিধানকে বিরাজমান রাখা হয় এবং রাষ্ট্রপতির উত্তরাধিকারী, সম্মান এবং মর্যাদাকে, শান্তিপূর্ণ এবং সংবিধান সম্মতভাবে প্রদান করা হয়।Dalangin ng blog na ito, na sundin sana ang nakasulat sa konstitusyon at igalang ang Ala-ala, Dangal, at Dignidad ng Pangulo sa pamamagitan ng pagpapairal ng kapayapaan at ng saligang batas.
25ফেব্রুয়ারি মাসে নাইজেরিয়ান টিবি জোশুয়ার করা, আফ্রিকার একজন রাষ্ট্রপতির মৃত্যু বিষয়ক ভবিষ্যদ্বাণী মালাউয়ির নাগরিকদের মাঝে ভীতির সঞ্চার করেছে এবং অনেক বিশ্বাসীর মনে হচ্ছে সৃষ্টিকর্তা এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে।Namuo ang takot [en] ng mga taga-Malawi nang maglabas ng propesiya ang Nigerian na si TB Joshua [en] noong Pebrero tungkol sa pagkamatay ng isang pangulo sa Aprika, at umigting ang paniniwala ng ilan na gawa ito ng Diyos.
26*তাজা সংবাদ: মালাউয়ির উপ রাষ্ট্রপতি জয়েস বান্দা নিশ্চিত করেছেন যে রাষ্ট্রপতি বিঙ্গু ওয়া মুথারিকা মারা গেছেন এবং তিনি এই রাষ্ট্রপতির মৃত্যুতে ১০ দিনের শোক ঘোষণা করেছেন।*Bagong Balita: Ikinumpirma ni Bise-Presidente Joyce Banda na namatay na ang Pangulong Bingu wa Mutharika, at idineklara ang 10 araw ng pagluluksa. Ayon sa konstitusyon, hahalili sa puwesto ang Pangalawang Pangulo.
27তবে সরকারি মুখপাত্র বলেছেন যে, তিনি মুথারিকার উত্তরাধিকারী হতে পারবেন না, কারণ তিনি শাসক দলের সদস্য নন।Subalit, binanggit ng isang tagapagsalita ng pamahalaan na hindi maaring palitan ni Banda si Mutharika, dahil hindi siya kabilang sa nangungunang partido.
28২০১০ সালে মুথারিকার সাথে রাষ্ট্রপতির উত্তরাধিকার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে জয়েস ক্ষমতাসীন দল থেকে বহিস্কৃত হয়েছেন। মুথারিকা রাষ্ট্রপতি পদের উত্তরাধিকার হিসেবে তার ভাইয়ের মনোনয়নের জন্য প্রচেষ্টা চালাচ্ছিল।Ipinatalsik siya [en] mula sa partidong ito noong 2010 matapos ang di-pagkakaintindihan tungkol sa hangarin ni Mutharika na gawing susunod na lider ang kanyang kapatid na lalaki.
29মালাউয়ি ভয়েসেস সংবাদ প্রদান করেছে যে সামরিক বাহিনী প্রধান জয়েস বান্দাকে সমর্থন করে সংবিধানকে অনুসরণ করতে রাজী হয়েছে:Ibinalita ng Malawi Voices [en] na nagkasundo ang mga pinuno ng sandatahang-lakas na sundin ang saligang batas at suportahan si Joyce Banda:
30মালাউয়ির সামরিক বাহিনী এই ঘটনায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল। সভাপতি হিসেবে জেনারেল ওদিলো সামরিক বাহিনীর প্রধানদের সাথে এক আলোচনায় বসে এবং সংবিধানকে অনুসরণ করার ব্যাপারে সকলে একমত হয়।Mahalaga ang naging papel na ginampanan ng Malawi Defence, pinulong ni Heneral Odillo ang mga pinuno ng hukbong militar at nagkaisa sa pasyang sundin ang konstitusyon.
31জেনারেল, জয়েস বান্দা, পিটার মুথারিকা এবং গুডঅল গোন্ডাউয়িকে জানান যে, সামরিক বাহিনী সংবিধানের প্রতি আস্থাশীল, এবং অসাংবিধানিক কোন কিছুকে স্বাগত জানানো হবে না।Ipinaalam ng Heneral kina Joyce Banda, Peter Mutharika at Goodall Gondwe na igagalang ng hukbo ang saligang batas at lahat ng balak maliban dito ay hindi nila papansinin.
32কামুজু সেনানিবাসের সেনারা এই পরিস্থিতিতে প্রস্তুত অবস্থায় ছিল এবং অন্য কয়েকজন সেনা উপরাষ্ট্রপতির বাসভবন পাহারা দিয়েছে।Isang pangkat ng mga sundalo ang nakahanda sa Kamuzu Barracks at ang ilan naman ay nagbabantay sa bahay ng Pangalawang Pangulo.
33এর সাথে পিটার মুথারিকার উপর ছিল যুক্তরাষ্ট্র সরকারের সরাসরি চাপ, যার ফলে “পিটার ও গুডঅল-এর পরিকল্পনা' সফল হয়নি।Dahil dito at sa panggigipit ng gobyerno ng Estados Unidos kay Peter Mutharika, nawalan ng saysay ang mga balak ni Peter at Goodall.
34শুক্রবার রাতে সরকারে বেশ কয়েকজন মন্ত্রী এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে ঘোষণা প্রদান করে যে উপ রাষ্ট্রপতি জয়েস বান্দা, রাষ্ট্রপতি বিঙ্গু ওয়া মুথারিকার উত্তরসূরী হতে পারেন না।Samantala, ilang miyembro ng Gabinete ang nagdaos ng press conference [en] upang igiit na hindi maaring pumalit si Bise-Presidente Joyce Banda sa puwesto ni Pangulong Bingu wa Mutharika.
35এই প্রথম মালাউয়ির নাগরিকরা ক্ষমতাসীন অবস্থায় মৃত এক রাষ্ট্রপতির দেহ দাফন করতে যাচ্ছে।Ito ang unang pagkakataong magluluksa ang Malawi sa pagkamatay ng kasalukuyang pangulo nito.