Sentence alignment for gv-ben-20120530-27354.xml (html) - gv-fil-20120614-1028.xml (html)

#benfil
1মায়ানমার: বিদ্যুৎ সঙ্কটে সৃষ্ট বিক্ষোভ ক্রমশ মায়ানমারে ছড়িয়ে পড়ছেMyanmar: Pagpoprotesta sa Kakapusan ng Koryente, Lumaganap
2গ্রীষ্মকালে মায়ানমারে বিদ্যুৎ সঙ্কট একটা সাধারণ বিষয়, কিন্তু এ বছর পরিস্থিতি আর খারাপের দিকে গড়িয়েছে।[Lahat ng link sa akdang ito ay magdadala sa iyo sa mga pahinang nasa wikang Ingles, maliban na lamang kung may nakasaad.]
3মায়ানমারের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো দেশটির দুটি সর্ববৃহৎ শহরের বেশীর ভাগ এলাকায় প্রতিদিন ছয় ঘণ্টার মত বিদ্যুৎ প্রদানে সক্ষম, যা পর্যায়ক্রম প্রদান করা হয়।Pangkaraniwan na ang brownout at kakulangan sa koryente tuwing panahon ng tag-init sa bansang Myanmar, subalit tila naging mas malubha ang kalagayan sa taong ito.
4ইয়াঙ্গানের বিদ্যুৎ সরবরাহ বিভাগের প্রধান ব্যাখ্যা দিয়েছে যে শোয়ে লি জলবিদ্যুৎ কেন্দ্রের সাথে যুক্ত ট্রান্সমিশন টাওয়ার (সরবরাহকারী টাওয়ার) বোমায় বিস্ফোরিত হওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।Mula sa kasalukuyang produksiyon ng mga planta ng enerhiya, natutustusan lamang nito ang anim na oras ng koryente kada araw na pasalit-salit na nararanasan ng mga distrito sa dalawang pinakamalaking siyudad sa bansa.
5পর্যায়ক্রমে বিদ্যুৎ প্রদানের ঘটনা সাধারণ নাগরিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে, যার ফলে কয়েকদিন আগে মান্দালয়ে এক বিরল কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শিত হয়।Ipinaliwanag naman ng Pangulo ng Tanggapan ng Supply ng Elektrisidad sa Yangon na ang kakapusan ng koryente ay dahil sa pambobomba sa isang toreng nagdadala ng supply mula sa plantang hidroelektriko sa Shwe Li.
6বিক্ষোভকারীরা মোমবাতি প্রজ্বলন করে এবং নিজদের বার্তা তুলে ধরার জন্য পোস্টার প্রদর্শন করে। সিজে মায়ানমার, ফেসবুকে এই বিক্ষোভের ছবি প্রদর্শন করেছে।Dahil sa malaking abala na dulot ng mga rotating blackout, naglunsad kamakailan ang mga mamamayan sa Mandalay, sa isang pambihirang pagkakataon, ng isang mapayapang kilos-protesta.
7ইয়াঙ্গনের সিটি হলের সামনে বিদ্যুৎ সঙ্কটের বিরুদ্ধে বিক্ষোভ।Nagsindi ng mga kandila ang mga nagpoprotesta at gumawa ng mga plakard upang ipakita ang kanilang mensahe.
8ছবি সিজে মায়ানমারের ফেসবুকের পাতা থেকে নেওয়া।Inupload ng pangkat na CJ Myanmar ang mga larawan ng protesta sa Facebook.
9থান্ট জিন ও কেসে, পরিষ্কার করছে যে [বার্মিজ ভাষায়] মান্দালয়ের পরিস্থিতি আসলে এর চেয়ে খারাপ।Kilos-protesta sa palibot ng Bulwagang Panlungsod ng Yangon. Litrato mula sa Facebook page ng CJMyanmar.
10এমনকি ছয় ঘণ্টার সরবরাহ নয় এবং ১২ ঘণ্টার সঙ্কট নয়, সপ্তাহে মাত্র দুইদিন, প্রতিদিন গড়ে ছয় ঘণ্টা বিদ্যুৎ প্রদান করা হয়, যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে এখানে এসে নিজের চোখে তা দেখে যেতে পারেন।Paglilinaw naman ni Thant Zin Oo Kse [my], mas malala ang sitwasyon sa lungsod ng Mandalay: Sa katunayan 6 na oras kada dalawang araw ang supply ng koryente dito, punta ka dito kung ayaw mong maniwala.
11এমনকি যে সময় বিদ্যুৎ প্রদান করার কথা, সে সময়ও বিদ্যুৎ সঙ্কট দেখা দেয়।At kahit sa mga oras na dapat mayroong koryente, nawawalan pa din.
12এই ঘটনায় নিয়ান্ত অং ব্যাঙ্গাত্মক মন্তব্য পোস্ট করেছে,Pabiro namang nagkomento si Nyunt Aung:
13আমরা এতটাই ধনী যে আমরা মোমবাতি জ্বালিয়ে রাতের খাবার খাই, প্রায় প্রতিদিন, ধন্যবাদ।Napakayaman namin dahil laging may kandila tuwing hapunan bawat araw.
14এই ঘটনার পরের দিনও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং তা অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে।Nagpatuloy ang mga demonstrasyon sa sumunod na araw, at lumaganap ang kilusan sa ibang bayan.
15প্রায় ৫০ জন অংশগ্রহণকারী, যাদের মধ্যে লেখক, শিল্পী, স্বেচ্ছাসেবক এবং বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির কয়েকজন সদস্যকে রয়েছে, মায়ানমারের পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার বিষয়ে প্রশ্ন করার দায়ে তাদের আটক করা হয়।Idinitine naman ng Special Branch Police ng Myanmar ang mahigit-kumulang 50 kalahok sa pagtitipon, na karamihan ay mga manunulat, manunula, boluntir, at kasapi ng National League of Democracy ng oposisyon.
16তবে হমূ জাউ, যে নিজেকে একজন সরকারি কর্মকর্তা বলে পরিচয় প্রদান করেছে এবং ধারনা করা হচ্ছে যে উক্ত ব্যক্তি রাষ্ট্রপতি দপ্তরের একজন কর্মকর্তা, সে বিক্ষোভকারীদের গ্রেফতারের নির্দেশের কথা অস্বীকার করে । .Pinasinungalingan naman ni Hmuu Zaw, na nagpakilala bilang naglilingkod sa gobyerno at pinaniniwalaang nagmula sa tanggapan ng presidente, ang mga haka-hakang ipinag-utos ng pamahalaan ang pagpapadakip sa mga nagpoprotesta.
17মান্দালয়ে ক্যান্ডেল নাইট (মোমবাতি প্রজ্বলন রাতি)।Walang utos o direktibang dakpin ang sinuman.
18এই রকম পরিস্থিতিতে এ ধরনের কোন আদেশ, নির্দেশ বা কাউকে গ্রেফতার করার কথা বলা হয়নি।Marahil, para makakalap ng detalye, patungkol sa pangamba ng karahasan.
19সম্ভবত, হানাহানির আশঙ্কায়, এই বিষয়ে কেবল বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে মাথা ঠাণ্ডা রাখুন, এবং জনগণকে ব্ল্যাকমেল করার বিষয়ে সতর্ক থাকুন।Hinahon lang, at huwag magpadala sa mga blackmail. Lahat naman ng mga dinakip at kinuwestiyon ng pulisya ay pinalaya nang walang kaso [my].
20যারা প্রশ্ন করছিল, কোন ধরনের অভিযোগ গঠন ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হয়েছে [বার্মিজ ভাষায়], ২২ মে ২০১২ তারিখে বিগত দুইদিন যেখানে বিক্ষোভকারীরা জমা হয়েছিল, সেখানে ইতোমধ্যে পুলিশ বাহিনী গিয়ে হাজির হয়, যেমনটা সিজে মায়ানমার সংবাদ প্রদান করছে।Noong ika-22 ng Mayo, 2012, kapansin-pansing may mga pulis na itinalaga sa mismong lugar kung saan idinaos ng mga demonstrador ang pagtitipon matapos ang dalawang araw na protesta, batay sa ulat ng CJ Myanmar.
21এই আন্দোলন ইয়াঙ্গনে গিয়ে পৌঁছে, যেখানে লোকজন শুলে প্যাগোডার সামনে একত্রিত হয় এবং বিক্ষোভ প্রদর্শন করে।Dumalo rin ang taumbayan sa pagtitipon sa Sule Pagoda sa Yangon.
22মায়ং কায়ং এই বিক্ষোভের একটি ভিডিও আপলোড করেছে।Kuha ni Maung Kaung ang isang bidyo ng mga kaganapan doon.
23গ্রাহকেরা, এক নাম্বার বিদ্যুৎ মন্ত্রী, জাও মিনের পদত্যাগ দাবী করেছে, যিনি বলেছেন যে [বার্মিজ ভাষায়] মায়ানমার-এর উদ্বৃত্ত বিদ্যুৎ কেবল স্থানীয় চাহিদায় ব্যবহার করে উচিত নয়, বরঞ্চ তা আশেপাশের দেশসমূহে বিক্রি করে দেওয়া উচিত।Panawagan ng mga konsumer, magbitiw sa puwesto si Zaw Min, ang kasalukuyang ministrong nangangasiwa sa Ministry of Electric Power 1. Ito'y matapos sabihin ng ministro [my] ang tungkol sa masaganang supply ng koryente ng Myanmar at ang pagbebenta nito sa kalapit na mga bansa.
24লেই মায়ং খুন, ইয়েভিন্ত-এর একটি নোটে [বার্মিজ ভাষায়] মন্ত্রীর ব্যাপারে তার মন্তব্য প্রকাশ করেছে [বার্মিজ ভাষায়]Inilabas ni Lay Maung Khin ang kanyang saloobin [my] kasama ang iba pang mga komento sa isinulat na opinyon [my] ni Yeyint Nge.
25প্রিয় ইউ (মায়ানমারে ইউ মানে হচ্ছে জনাব) জাও মিন, যদি আপনি আপনার দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে পদত্যাগ করেন।Ginoong Zaw Min, kung hindi mo magagampanan ang iyong trabaho, magbitiw ka na.
26যদি আপনি দায়িত্বশীল না হয়ে থাকেন, তাহলে আপনার এই পদে কাউকে দায়িত্ব প্রদান করা আপনার দায়িত্ব।Kung hindi mo gagampanan ito, responsibilidad mong ipasa ang posisyon mo sa iba.
27কাবা ফায়ের মন্ত্রীর বিষয়ে একটা ফেসবুক একটি স্ট্যাটাস লিখেছে:Umalma naman si Kaba Phyar, at nilagay sa kanyang Facebook status ang sariling opinyon tungkol sa Ministro:
28যদি আপনার কেবল উল্টাপাল্টা বকার অভ্যাস থাকে সেক্ষেত্রে মন খারাপ করবেন না।Huwag kang panghinaan ng loob kahit basura ang pinagsasabi mo.
29তাহলে আপনি অন্তত বিদ্যুৎ মন্ত্রী হতে পারবেন!Gampanan mo ang pagiging pinuno ng Ministeryo!
30কিয়াক মিয় খিনেও যথারীতি মায়ানমারের নেটিজেন ফেসবুকের পাতায় মন্তব্য করেছে ।Nagkomento rin si Kyaw Myo Khine sa Facebook page ng Myanmar Netizens:
31জাও মিন নাগরিকদের উদ্বেগকে উপেক্ষা করছে এবং চীনের কাছে বিদ্যুৎ বিক্রি করছে।Isinawalang-bahala ni Zaw Min ang mga hinaing ng mga mamamayan at ibinenta ang koryente sa Tsina.
32এই বিষয়টি সহ্য করা হবে না এবং তাকে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে হবে।Hindi ito katanggap-tanggap at kailangan na niyang magbitiw sa gobyerno.
33অনেকে চীনের প্রতি ক্ষুদ্ধ, কারণ কারণ মায়ানমারের জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন হওয়া বিপুল পরিমাণ বিদ্যুৎ চীনের কাছে বিক্রি করা হয়।Ilang indibidwal naman ang galit sa Tsina dahil malaking bahagi ng elektrisidad na nililikha ng mga plantang hidroelektriko sa Myanmar ay iniluluwas papuntang Tsina.
34সাই কায়াং সাট থার উল্লেখ করছেন যে সরবরাহ টাওয়ার ধ্বংস হওয়ার যে যুক্তি উপস্থাপন করা হয়েছে তা যৌক্তিক নয়।Pinuna ni Sai Kaung Satt Thar na hindi kapani-paniwala ang sinasabing pagkasira ng tore bilang dahilan ng kakapusan ng koryente:
35যে যুক্তি উপস্থাপন করা হয়েছে এবং এই ঘটনায় যে কর্মকাণ্ড উপস্থাপন করা হয়েছে, তাতে অনেক বেশী বৈপরীত্য রয়েছে।Ang rason at ang mga sumunod na hakbang ay kabalintunaan.
36ইয়াঙ্গনে সরবরাহ করা বিদ্যুতের ৭১০ শতাংশ আসে লাও পি টা এবং ইয়ে ইওয়ার জল বিদ্যুৎ কেন্দ্র থেকে। শায়ে লি কেন্দ্রের বিদ্যুৎ চীনে সরবরাহ করা হয়।70% ng koryente sa Yangon ay mula sa mga plantang hidroelektriko sa Law Pi Ta at Ye Ywar, at ang nanggaling sa estasyon sa Shwe Li ay mapupunta sa Tsina, kaya bakit kulang ang koryente sa Yangon?
37তাহলে ইয়াঙ্গনে কেন বিদ্যুত-এর ঘাটতি দেখা দেবে/ যাও এবং চীনের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন কর।Ba't ‘di na lang putulan ng koryente ang Tsina!
38সিজে মায়ানমার-এর পোস্ট করা ছবির এ্যালবাম-এর নীচে এক মন্তব্যে আং মইয়োও চীনের তার ক্ষোভ প্রকাশ করেছে।Inilabas naman ni Aung Myo ang kanyang himutok sa bansang Tsina sa website ng CJ Myanmar: Huwag na tayong kumilos.
39কোন কিছু করার দরকার নেই, যখন থেকে চীন সকল বিদ্যুৎ নিয়ে যাচ্ছে, তখন থেকে সব খালি হয়ে আছে।Wala na ‘yan dahil kinuha na ng Tsina ang lahat ng supply ng koryente.
40ইয়াঙ্গন-এর বিক্ষোভ এখনো থেমে যায়নি।Tila hindi sa Yangon nagtapos ang pangangalampag ng kilusan.
41মনোইয়াও এব বাগোর মত মফস্বল শহরে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। যে সব এলাকাও পর্যায়ক্রমে বিদ্যুৎ পাওয়ার সমস্যায় আক্রান্ত।Lumaganap sa mga bayan ng Monywa, Pyi, at Bago ang katulad na pagkilos, kung saan nararanasan din ang mga rotating brownout.
42মায়ানমারের কিছু নেট নাগরিক আছে যারা তাদের প্রোফাইল এবং টাইমলাইনের ছবি পরিবর্তন করে এই বিক্ষোভের সমর্থনে সেখানে এক অন্ধকার পটভূমিতে জ্বলা মোমবাতির ছবি প্রদান করছে।May ilang taga-Myanmar na pinalitan ang mga litrato sa profile picture at timeline cover sa internet, na pinapakita ang mga nakasinding kandila sa madilim na kapaligiran, bilang pagsuporta sa mga kilos-protesta.