# | ben | fil |
---|
1 | মালি: যুদ্ধ, স্বাধীনতা ঘোষণা এবং পরস্পরবিরোধী লক্ষ্য | Mali: Isang Sigalot, Ang Pagdeklara ng Kasarinlan, at Mga Salungat na Layunin |
2 | চলমান গৃহযুদ্ধটির দ্রুত ঘটমান বিভিন্ন বিষয় মালিকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে। | Mabilis ang mga pangyayari sa nagaganap na digmaang sibil na winawasak ang buong bayan ng Mali. |
3 | গত ৬ এপ্রিল, শুক্রবার আজাওয়াদ জাতীয় স্বাধীনতা আন্দোলনের তুয়ারেগ বিদ্রোহীরা (এমএনএলএ) “আজাওয়াদের স্বাধীনতা” [ফরাসী] ঘোষণা করে [ফরাসী]। | Noong Biyernes, ika-6 ng Abril, iprinoklama [fr] ang “Kasarinlan ng Azawad” [fr] ng mga rebeldeng Tuareg mula sa pangkat ng MNLA [“Pambansang Kilusan para sa Kalayaan ng Azawad”]. |
4 | পুরো সাহেল অঞ্চল জুড়ে হুমকি সৃষ্টি করা এই সঙ্কটটিতে পরস্পরবিরোধী লক্ষ্যবিশিষ্ট কয়েকটি নিয়ামক প্রভাবশালী ভূমিকা পালন করছে। | Nababalot ang buong rehiyon ng Sahel sa banta ng krisis na ito, kung saan magkasalungat ang mga layunin ng mga pasimuno nito. |
5 | ক্যামের. বিই'র একটি পোস্টে ভ্যালেরে ম্বেগ এই যুদ্ধের পিছনের সমস্যাগুলো উপস্থাপন করেন [ফরাসী]: | Sa isang pahayag na inilathala sa camer.be, iniharap ni Valère MBEG ang mga isyung [fr] bumabalot sa digmaan: |
6 | মালি, ২০০৯ সালের আদমশুমারি অনুযায়ী, এক কোটি ৫০লক্ষ ক্রমবর্ধমান জনসংখ্যা অধ্যুষিত একটি ১২ লক্ষ ৪১ হাজার ২৩৮ বর্গ কিলোমিটারের সুবিশাল একটি দেশ। | Malawak ang bansang Mali na may kabuuang sukat na 1,241,238 km² at populasyon na 15,000,000, ayon sa senso noong 2009. |
7 | আজাওয়াদ অঞ্চলটি দুই তৃতীয়াংশ এলাকা জুড়ে জনসংখ্যার মাত্র ১০% মানুষ এবং পরিবহণ অবকাঠামোতে অর্থায়নের অভাবে বাড়তি অপারেশন খরচের কারণে আহরিত না হওয়া প্রচুর প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। | Sakop ng rehiyong AZAWAD ang dalawang-katlo ng lupain, 10% ng populasyon, at masaganang likas yaman na hindi pa nagagalaw sa kasalukuyan dahil sa kakulangan ng pondo sa pagpapatayo ng transportasyon na dadagdag lang sa gastusin ng kalakal. |
8 | এছাড়াও দক্ষিণ আফ্রিকা এবং ঘানার পরে মালি আফ্রিকার তৃতীয় বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ হওয়ায় অনেক বহুজাতিক আজাওয়াদকে ছোট একটি জনসংখ্যা এবং বিস্তীর্ণ প্রাকৃতিক সম্পদে পরিপুর্ণ একটি নতুন দক্ষিণ সুদান হিসেবে দেখছে যা তাদের ক্ষুধার উদ্রেক করেছে… | Ikatlo ang Mali sa pinakamalaking pinagkukunan ng ginto sa Aprika kasunod ng mga bansang Timog Aprika at Ghana - na maaring pang-akit sa mga multinational na mamuhunan sa AZAWAD bilang panibagong South Sudan na may kakaunting populasyon at hitik sa likas na yaman …. |
9 | এমএনএলএ'র দাবি করা এলাকা, @টুইটআফ্রিকা'র টুইটপিক | ang teritoryong inaangkin ng MNLA mula kay @twitafrika sa twitpic |
10 | স্লেট আফ্রিকের সামরিক পরিস্থিতি সম্পর্কে সেবাইন সেসু লিখেছেন [ফরাসী]: | Ayon naman sa sinulat ni Sabine Cessou [fr] sa Slate afrique tungkol sa sitwasyong militar : |
11 | “মরুভূমিতে সমস্যাটি জটিল: এমএনএলএ'র তুয়ারেগ বিদ্রোহীরা বলে তাদের উদ্দেশ্য একিউআইএম-এর মতো নয়। | “Masalimuot ang isyu sa disyerto: ayon sa mga rebeldeng Tuareg, iba ang kanilang mga layunin sa hangarin ng AQIM. |
12 | তারা যুদ্ধ করছে একটি ইসলামিক আজাওয়াদ প্রজাতন্ত্রের জন্যে নয় বরং একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নির্মাণের জন্যে। | Hindi Republikang Islamiko ng Azawad ang kanilang ipinaglalaban, kundi ang paglikha ng isang bansang sekular. |
13 | মালিজেট. কম-এ নুহুম ডিকো পরিস্থিতি পর্যালোচনা এবং নিয়ামকগুলো প্রবর্তন করেন [ফরাসী] মাঠ পর্যায়ে: | Sa isang akda mula malijet.com, muling sinuri ni Nouhoum DICKO ang sitwasyon at pinakilala ang mga tauhan [fr] sa gitna ng digmaan: |
14 | ইসলামী আন্দোলন আনসার দাইন (ধর্মীয় বাহিনী) নিজ জেলা কিদাল দখলের রূপকার আয়াদ আগ ঘালি'র নেতৃত্বাধীন এই অঞ্চলটির অন্য আরেকটি সশস্ত্র গোষ্ঠী। | Isang panibagong Islamikong pangkat, ang Mujao [“Kilusan para sa Pagkakaisa at Jihad sa Kanlurang Aprika”], ang umusbong noong Disyembre 2011. Bilang samahang kumalas sa AQIM, ito ay pinapatakbo ng mga aktibista mula sa mga bansang Mali at Mauritania. |
15 | ১৯৯০এর দশকে তুয়ারেগ বিদ্রোহের প্রধান নেতা এই লোকটি হয়তো পাকিস্তানী ইসলামপন্থীদের দ্বারা প্রভাবিত হয়ে থাকবেন। | Inaangkin nila ang pananagutan sa pagdukot sa tatlong Europyanong tagapagkawanggawa na nagsisilbi sa isang Sahrawi refugee camp. |
16 | আনসার দাইন হয়তো ইসলামী মাঘরেব আল কায়েদার (একিউআইএম) সংষ্পর্শে আসা মৌলবাদী তরুণ-তরুণীদের নিয়ে গঠিত। | Inaangkin din nila ang paglahok sa pagsalakay sa bayan ng Gao noong Sabado, ika-31 ng Marso. |
17 | মরুভূমির নীল পুরুষ আয়শা বিবিয়ানা বেলবোয়া দ্বারা ফ্লিকার উপর (লাইসেন্স সিসি-এনসি-বাই) | Ang mga taong nakaasul sa disyerto, litratong kuha ni Aysha Bibiana Balboa mula sa Flickr (Lisensyang CC-NC-BY) |
18 | আনসার দাইনের নেতারা তাদের সত্যকার চেহারা দেখাতে একটুও সময় নষ্ট করেনি। | Walang sinayang na oras ang mga pinuno ng Ansar Dine sa pagsulong ng kanilang layunin. |
19 | আসলেই মালিয়াক্তু. নেট রিপোর্ট করেছে [ফরাসী] যে: | Sa katunayan, iniulat sa maliactu.net [fr] ang kaganapang ito: |
20 | সোমবার রাতে আনসার দাইনের নেতা, ১৯৯০-এর দশকের তুয়ারেগ বিদ্রোহের সাবেক ব্যক্তিত্ব, আয়াদ আগ ঘালি ৩০,০০০ অধিবাসীর শহর তিম্বাক্তুর ইমামদের সাথে দেখা করেছেন যেখানে তিনি ইসলামী আইন প্রবর্তনের পরিকল্পনা করছেন - শহরটির এক কর্মকর্তা জানিয়েছেন। | Gabi ng Lunes, ika-2 ng Abril, nang nakipagtagpo ang pinuno ng Ansar Dine, si Iyad Ag Ghaly, kilalang lider ng rebelyong Tuareg noong dekada 90, sa mga imam ng Timbuktu, isang lungsod na may 30,000 kataong naninirahan, kung saan binabalak niyang ipundar ang batas Islam, ayon sa isang opisiyales ng lungsod. |
21 | সোমবারে আনসার দাইন গ্রুপ এবং পশ্চিমী আল কায়েদা - উত্তর মালির এসব তুয়ারেগ বিদ্রোহীরা বিদ্যুৎগতি অভিযানে রাজধানী বামাকো থেকে ৮০০ কিলোমিটার উত্তরপূর্বে সাহারার প্রবেশদ্বার তিম্বাক্তু দখল করে নেয়। | Noong Lunes, mabilis ang paglusob ng mga rebeldeng Tuareg sa hilagang Mali, at sinakop ng grupong Ansar Dine at mga kasapi ng Al-Qaeda sa Maghreb (AQIM) ang bayan ng Timbuktu, ang bungad patungong Sahara at 800 kilometro ang layo mula sa hilagang-silangan ng Bamako, ang kabisera. |
22 | “মরুভূমির মুক্তা” নামে পরিচিত - বণিকদের কাফেলার মাধ্যমে গড়ে উঠা একটি নেতৃস্থানীয় ইসলামী বুদ্ধিবৃত্তির কেন্দ্র এবং প্রাচীন বাণিজ্যিক শহর - তিম্বাক্তু একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্থান। | Isang UNESCO World Heritage site ang Timbuktu, isang mahalagang sentro ng kaalaman sa pananampalatayang Islam, isang sinaunang sentro ng kalakalan para sa mga naglalakbay na mangangalakal, at tinaguriang “perlas ng disyerto”. |
23 | “মালি: তুয়ারেগ বিদ্রোহী এবং ইসলামপন্থী আনসার দাইন, প্রত্যেকেই তিম্বাক্তু দখলের দাবি করে,” শিরোনামে প্রেসআফ্রিক. কম-এর একটি পোস্টে ইব্রাহিমা লিসা ফায়ে লিখেছেন [ফরাসী]: | Mula naman sa isinulat ni Ibrahima Lissa FAYE na inilathala sa pressafrik.com [fr] na may pamagat na “Mali: Hiwalay na Sinakop ng mga Rebeldeng Tuareg at Ansar Dine ang Timbuktu”: |
24 | প্রকৃতপক্ষেই মনে হচ্ছে যে প্রথমে নিয়ন্ত্রণ নেয়া এমএনএলএ তুয়ারেগ বিদ্রোহীরা টিম্বাক্তু থেকে রবিবারে সরে যাওয়ার ফলে আনসার দাইন আন্দোলনের নেতা আয়াদ আগ ঘালি নিয়ন্ত্রণভার নিতে যাচ্ছে। | Mukhang kontrolado na ni Iyad Ag Ghali, lider ng kilusang Ansar Dine, ang siyudad matapos nitong maitaboy noong Linggo, Abril-a-uno, ang mga rebeldeng Tuareg ng MNLA na siyang unang lumusob sa Timbuktu. |
25 | সুতরাং যেখানে এমএনএলএ শুধুমাত্র উত্তর মালির প্রতি আগ্রহী এবং যেখানে তারা স্বাধীনতার আহবান করেছে, সেখানে লায়াদ আগ ঘালি নিজেই সারা দেশে এবং একিউআইএম নেতাদের উপস্থিতিতে তিম্বাক্তুতে ইসলামী শরিয়া আইন প্রয়োগ করতে চায়। | Hindi tulad ng MNLA na ang tanging pakay ay ideklara ang kasarinlan ng hilagang Mali, nais ni Iyad Ag Ghali na ilapat ang batas Sharia ng Islam sa buong bansa at sa Timbuktu, kasama ang ilang pamunuan ng AQIM. |
26 | মানবাধিকার নিয়ে মালির জনগণের ভীষণ উদ্বেগ রয়েছে। | Nababahala ang mga taga-Mali lalo na sa aspeto ng karapatang pantao. |
27 | বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন নগরগুলিতে ধর্ষণ ও লুটের অভিযোগ রয়েছে। | Napapaulat ang mga insidente ng pagnanakaw at pananamantala sa mga bayang sakop ng rebelde. |
28 | আফ্রিকইনফোস. কম-এর একটি পোস্ট অনুসারে, উত্তর মালির অধিবাসী সম্মিলনী'র (কোরেন) প্রেসিডেন্ট মালিক আলহুসেইনি বামাকোতে অনুষ্ঠিত একটি বিশেষ সাধারণ সভাতে বলেন [ফরাসী] যে: | Ayon sa isang pahayag mula afriquinfos.com, sinabi ni Malick Alhousseini [fr], pangulo ng COREN [“Tipunan ng mga Naninirahan sa Hilagang Mali”] sa isang espesyal na pagpupulong sa Bamako: |
29 | এই সভাটি অনুষ্ঠিত হয়েছে যখন “আমাদের দেশ দখল হয়ে গিয়েছে, আমাদের নিজেদের জমি হানাদার এবং সন্ত্রাসীদের হাতে, আমাদের ইতিহাসের বেদনাদায়ক মুহূর্তে।” | Sa tingin niya, nahati sa dalawa ang bansang Mali magmula noong Linggo, ika-1 ng Abril, dahil winasak ng mga mananakop at terorista ang mga pamayanan na kanilang linusob: ninakawan ang mga bangko at gusali ng pamahalaan, binaboy ang mga paggamutan, at iba pa. |
30 | তিনি স্মরণ করেন গত রবিবার থেকে মালি দুই ভাগে বিভক্ত একটি দেশে পরিণত হয়েছে কারণ আক্রমণকারীরা এবং সন্ত্রাসীরা কমিউনিটিতে যা কিছু পেয়েছে তার সব কিছু ধ্বংস করেছে: আরো অন্যান্য কিছুর পাশাপাশি ব্যাংক ভেঙ্গেছে, প্রশাসনিক ভবন লুট করেছে, স্বাস্থ্য সুবিধা তছনছ করেছে। | |
31 | আজাওয়াদ জাতীয় স্বাধীনতা আন্দোলন (এমএনএলএ) ইঙ্গিত দিচ্ছে যে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে এজন্যে তারা স্বাধীনতা ঘোষণার পূর্বে কয়েক দিনের জন্যে যুদ্ধবিগ্রহে ক্ষান্ত দিয়েছে। | Dahil nakamit na nito ang kanilang layunin, itinigil muna ng MNLA ang paggawa ng karahasan ilang araw bago nito iprinoklama ang kasarinlan. |
32 | তবে লড়াইয়ে অংশগ্রহণকারীদের মধ্যে উদ্দেশ্যের পার্থক্যের প্রমাণ রয়েছে: এটলাসইনফো. এফআর (বিজিত শহরগুলোর মধ্যে গাওয়ের আলজেরীয় দূতাবাস একটি) অনুসারে এমএনএলএ বিবৃতিটি দিয়েছে যে আরেকটি আন্দোলনের ছয়জন কর্মকর্তাকে একটি অজানা জায়গায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে [ফরাসী]: | Subalit may ilang patunay na magkaiba ang mga layunin ng mga grupong lumahok sa pakikipaglaban: ayon sa atlasinfo.fr (ang konsulado ng Algeria sa Gao, isa sa mga bayang nasasakupan), habang ginagawa ng MNLA ang proklamasyon, dinukot [fr] ng isang tiwaling pangkat ang anim na opisyales ng konsulado at dinala sa isang tagong lokasyon: |
33 | আক্রমণটি ঘটেছে সকালের শেষের দিকে। | Umaga nang mangyari ang pag-atake sa tanggapan ng konsulado. |
34 | একটি সশস্ত্র দল কনসুলেট আক্রমণ করে আলজেরিয়ার পতাকাটি একটি আরবি লেখা সালাফি আন্দোলনের প্রতীক সম্বলিত কালো পতাকা দিয়ে প্রতিস্থাপন করে দেয়। | Tinanggal nila ang bandila ng Algeria at pinalitan ng itim na bandilang may nakasulat sa wikang Arabo, na simbolo ng kilusang Salafi. |
35 | মুক্ত শহরগুলিতে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সমস্ত অপহরণ এবং বর্বরতা এবং আক্রমণের সব ঘটনাকে নিন্দা জানিয়ে যোগাযোগ, তথ্য এবং মিডিয়া সংযোগ কর্মকর্তা বাকায়ে আগ হামেদ আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে [ফরাসী] নিচের বিবৃতিটি দেয়া হয়: | Bilang pagkondena sa naganap na pagdukot, paninira, at pagpapahirap sa mga sibilyan sa mga bayang nasasakupan, sinabi ng MNLA sa isang opisyal na pahayag [fr] na nilagdaan ni Bakaye Ag Hamed Ahmed, ang Tagapangasiwa ng Komunikasyon, Impormasyon at Pagbabalita, ang sumusunod: |
36 | আজাওয়াদ জাতীয় স্বাধীনতা আন্দোলন স্বাধীনতার পরের এই দিনগুলোতে আজাওয়াদে অরাজকতা এবং বিশৃঙ্খলার আবহ সৃষ্টিতে অবদান রাখা সব মাফিয়া সংগঠনগুলোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে। | Hindi kinikilala ng Pambansang Kilusan para sa Kalayaan ng Azawad ang lahat ng organisasyong mafia na kasalukuyang nagsusulputan sa Azawad, na dahilan ng magulo at masalimuot na sitwasyon matapos ang idineklarang kalayaan sa teritoryo. |
37 | সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট আমাদু তুমানি তুরে'কে উৎখাত এবং পরবর্তী ঘটনাপ্রবাহের পর মালির উপর পশ্চিম আফ্রিকা রাস্ট্র সম্প্রদায় (ইকোয়াস), আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘ অবরোধ আরোপ করলে এই সমস্যাটি আরো জটিল হয়ে যায়। | Higit pa sa gusot na ito, magulo ang sitwasyon ng Mali matapos patawan ng matinding parusa ang bansa ng Community of West African States (ECOWAS), African Union, at United Nations, dahil sa kudeta ng militar [en] na nagpatalsik sa Pangulo nitong si Amadou Toumani Touré, at nagsilbing mitsa sa mga kaguluhan sa kasalukuyan. |
38 | মালির বাইরের প্রতিবেশী সব রাস্ট্রগুলোর তুয়ারেগ জনগণকে ভেঙ্গে পড়ার মতো অবস্থায় রয়েছে। | Maliban sa Mali, ilang katabing bansa ang nadadamay sa banta ng sigalot mula sa rebeldeng Tuareg. |
39 | তুয়ারেগ এবং অন্যান্য কালো সংখ্যালঘু যাদের অনেকেই যাযাবর এমন জনগোষ্ঠী অধ্যূষিত উত্তরের সাহেলীয় এলাকা, এবং স্থিতিশীলভাবে বসবাসকারী জনঅধ্যূষিত অপেক্ষাকৃত অতিথিপরায়ণ এলাকা - সব জায়গারই জনতাত্ত্বিক কাঠামো একই ধরনের। | Magkakatulad ang istrukturang demograpiko ng mga bansang ito: nasa hilagang bahagi ang rehiyon ng Sahel kung saan matatagpuan ang mga Tuareg at iba pang lahing bumubuo ng minorya, at karamihan sa kanila ay walang permanenteng tinitirhan, samantalang ang natitirang bahagi ay binubuo ng mga mapayapang komunidad ng mga lahing maitim ang balat. |
40 | সবগুলো দেশেই দ্বিতীয় এলাকাটিতেই অধিকাংশ বিনিয়োগ হয়েছে এবং প্রধানতঃ কালোমানুষ অধ্যুষিত। | Ang bahaging iyon ang nakakatanggap ng higit na pamumuhunan, kung kaya't nagsimula ang paniniwalang hindi pantay ang distribusyon ng kapital sa dalawang rehiyon. |
41 | ফলে প্রথম এলাকার অধিবাসীরা সম্পদের অসমবন্টন হয়েছে মনে করে তাদের উপর অসন্তুষ্ট। | |
42 | এই জটিল অবস্থাটি অসামরিক জনগণের জন্যে একটি হুমকিস্বরূপ এবং একে আরো জটিল করেছে বোকো হারাম-এর [ফরাসী] ক্ষতি করার সম্ভাবনা, লিবিয়ার অস্ত্রাগার [ফরাসী] থেকে অস্ত্র প্রবাহ, দীর্ঘস্থায়ী পানির অভাব এবং দুর্ভিক্ষের ঝুঁকি। | Ang kaguluhang ito ay isang malaking banta sa populasyong sibilyan, na pinapalubha ng mga posibleng idudulot ng kilusang Boko Haram [fr], ang pagpasok ng armas mula sa bansang Libya [fr], ang matagal nang suliranin sa kakulangan ng tubig, at ang nagbabadyang panganib ng taggutom. |