# | ben | fil |
---|
1 | আরব বিশ্বের বিভিন্ন স্থানে মে দিবস পালিত | Mayo Uno Ginunita sa Gitnang Silangan |
2 | অনেক আরব দেশে মে দিবস, বা শ্রম দিবস, বা আন্তর্জাতিক শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস একটি সরকারী ছুটির দিন হিসেবে স্বীকৃত এবং এদিনে বিভিন্ন ইউনিয়ন এবং রাজনৈতিক দলগুলো শ্রমিকদের ভূমিকার প্রতি শ্রদ্ধা এবং শ্রমিকদের অধিকারের দাবি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে। | Ang Mayo Uno, Araw ng Paggawa, o ang Pandaigdigang Araw ng mga Obrero [en], ay tinuturing na pampublikong holiday sa mga bansang Arabo. Nagdaos naman ng mga demonstrasyon at protesta ang ilang unyon at partidong pulitikal doon upang ipagbunyi ang mahalagang papel ng mga manggagawa at upang ipanawagan ang kanilang mga karapatan. |
3 | লিবিয়ার অন্তর্বর্তীকালীন জাতীয় পরিষদ এবছর থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে একটি জাতীয় সরকারী ছুটির দিন ঘোষণা করেছে [আরবী]। | Idineklara kamakailan ng National Transitional Council ng bansang Libya ang Mayo Uno bilang isang pambansang pampublikong holiday [ar] simula sa taong ito. |
4 | ত্রিপোলি থেকে হামিদ টুইট করছেন: | Ayon sa tweet ni Hamid mula sa bayan ng Tripoli: |
5 | @২০১১ফেব১৭: বিগত ৪২ বছরের মধ্যে #লিবিয়া'র প্রথম #মেদিবস (শ্রমিক দিবস)! | @2011feb17: #Libya's unang #MayDay (Araw ng mga Manggagawa) holiday magmula noong 42 taon ang nakalipas! |
6 | অবশ্যই, সবাইকে ছুটির দিন শুভেচ্ছা! #লিবিয়া পরিবর্তিত হয়েছে ? | MALIGAYANG BATI SA LAHAT Tama nagbago na ang #Libya ;) |
7 | তিউনিসের হাবীব বর্গুইবা এভিনিউতে বিক্ষোভ। | Demonstrasyon sa Kalye Habib Bourguiba, Tunis. |
8 | ফ্লিকা্রে এমাইন ঘ্রাবি'র ছবি (সিসি বাই-এনসি ২. | Litrato ni Amine Ghrabi sa Flickr (CC BY-NC 2.0). |
9 | ০) বাহরাইনী এক্টিভিস্ট মারিয়াম আলখাওয়াজার উপসাগরীয় অভিবাসী শ্রমিকদেরকে স্মরণ: | Ginunita naman ng aktibistang Bahraini na si Maryam Alkhawaja ang mga dayuhang manggagawa sa Gitnang Silangan: |
10 | @মারিয়ামআলখাওয়াজা: শ্রম দিবসে আমরা সকল অভিবাসী শ্রমিকদেরকে শ্রদ্ধা জানাই যাদের প্রতি আধুনিক দাসের মতো আচরণ করা হয় #উপসাগরীয় দেশগুলোতে | @MARYAMALKHAWAJA: Sa Araw ng mga Manggagawa, bigyang-pugay natin ang lahat ng dayuhang manggagawa na halos ituring na mga alipin ng makabagong panahon sa mga bansa sa #gulf |
11 | বাহরাইনের বারবারে বিক্ষোভ। | Welga sa Barbar, Bahrain. |
12 | ছবি, টুইটার ব্যবহারকারী @বাহরাইনিয়াক১৪। | Litrato mula kay Twitter user @bahrainiac14. |
13 | বিক্ষোভে অংশ নেয়ার কারণে গত বছর বরখাস্ত হওয়া শত শত শ্রমিক পুণর্বহালের দাবিতে সারা বাহরাইন জুড়ে বিক্ষোভ করেছে। | Idinaos naman ang mga kilos-protesta sa iba't ibang bayan sa Bahrain upang igiit ang pagbabalik-trabaho [en] ng daan-daang obrero na sinisante noong isang taon dahil sa pagwewelga. |
14 | অনেক বিক্ষোভেই দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস দিয়ে আক্রমণ করেছে। | Sinalubong ng pulisya at tear gas ang karamihan sa mga kilos-protesta doon. |
15 | মানামার সুক (বাজার) থেকে সাংবাদিক মাজেন মাহদি রিপোর্ট করেছেন: | Ayon sa ulat ng mamamahayag na si Mazen Mahdi mula sa isang souq (palengke) sa Manama: |
16 | @মাজেনমাহদি: #মানামার সুক এলাকায় কাঁদানে গ্যাস নিক্ষেপ করা সত্ত্বেও শ্রমিক দিবসের বিক্ষোভ এখনো চলছে #বাহরাইন | @MazenMahdi: Sa kabila ng pag-tear gas sa pamilihan ng #Manama sa araw ng paggawa, patuloy ang protesta #Bahrain |
17 | মরক্কোর খুরিবগাতে বিক্ষোভ। | Kilos-protesta sa Khouribga, Morocco. |
18 | ছবি, টুইটার ব্যবহারকারী @__হিশাম। | Litrato mula kay Twitter user @__Hisham. |
19 | ইমাদ বাজ্জি লেবাননের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকিং সম্পর্কে টুইট করছেন: | Nag-tweet naman si Imad Bazzi tungkol sa pangha-hack sa website ng Kagawaran ng Paggawa ng bansang Lebanon: |
20 | @ত্রেল্লালবি: #লেবাননের শ্রম দিবসে শ্রম মন্ত্রণালয় থেকে বিশেষ সরবরাহ, একটি সার্বিক পরিবর্তন ? হা-হা-হা-হা-হা http://www.labor.gov.lb/ ধন্যবাদ #আরওয়াইভি | @TrellaLB: espesyal na padala para sa Kagawaran ng Paggawa ng Lebanon sa Araw ng mga Manggagawa, bagung-bagong hitsura :D loooool http://www.labor.gov.lb/ salamat sa #RYV |
21 | ওয়েবসাইটে নিচের কথাগুলো বলার জন্যে ওয়েবসাইটটি পরিবর্তন করা হয়েছে: | Mula sa nasabing website [ar]: |
22 | আমরা, আরওয়াইভি - আওয়াজ তুলুন-এর সংক্ষিপ্ত রূপ, জনগণের এমন একটি গোষ্ঠী যারা লেবাননে চলমান সকল অপরাধ এবং অবিচার শুধু নীরব চেয়ে দেখতে পারছি না। | Kami ang RYV, o Raise Your Voice, isang pangkat na hindi na makatiis na tumahimik sa isang tabi, habang pinapanood ang mga nagaganap na krimen at kawalang katarungan sa Lebanon. |
23 | আমাদেরকে চুপ করানো যাবে না এবং আপনার মিডিয়া মগজ-ধোলাই করতে পারবে না। | Hindi kami mapapatahimik at maloloko ng media. |
24 | লেবাননের জনগণ সংগঠিত হওয়া, দাবিগুলো তোলা এবং তাদের সেগুলো অর্জন না করা পর্যন্ত আমরা থামবো না। | Hindi kami titigil hangga't hindi kikilos ang mga Lebanese, igiit ang kanilang karapatan, at makuha ang mga ito. |
25 | আমরা থামবো না লেবাননে জনগণের যে জীবনযাত্রার মান থাকা উচিৎ সে পর্যায়ে উন্নীত না হওয়া পর্যন্ত। | Hidi kami titigil hangga't hindi umaangat ang pamumuhay sa Lebanon. |
26 | বিদ্যুৎ ও পানির ঘাটতি, গ্যাস ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির মতো এই সরকারের নিজের তৈরী করা সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত আমরা থামবো না। | Hindi kami titigil hangga't hindi nalulutas ang mga suliraning dinulot ng pamahalaan, gaya ng kakulangan sa kuryente, tubig, mataas na presyo ng langis at pagkain. |
27 | আমরা আরওয়াইভি, আমাদের নীরবতা ভাঙ্গানোর জন্যে প্রস্তুত থাকুন, সেটা হতে পারে রাস্তাতে অথবা ইন্টারনেটে। | Kami ang RYV, hindi kami tatahimik, maging sa lansangan o internet man. Ang pagmamaangmaangan ay isang krimen |
28 | কায়রোতে বিক্ষোভ। | Demonstrasyon sa Cairo. |
29 | ফ্লিকারে হোশাম এল-হামালাউয়ি'র পাঠানো ছবি (সিসি-বাই-এনসি-এসএ ২. ০)। | Litrato ni Hossam el-Hamalawy sa Flickr (CC BY-NC-SA 2.0). |