Sentence alignment for gv-ben-20120623-28059.xml (html) - gv-fil-20120704-1208.xml (html)

#benfil
1এমন এক আফগানিস্তানের ছবি তুলে ধরা হচ্ছে যা আপনারা কখনো দেখেননিMga Litrato ng Afghanistan na Hindi Mo Pa Nakikita
2দশকের পর দশক ধরা চলা যুদ্ধ এবং সন্ত্রাসবাদ - এর একটি স্থান হিসেবে পরিচিত আফগানিস্তান বিশ্বের অন্যতম এক বিপজ্জনক এক রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়।[Lahat ng link sa akdang ito ay magdadala sa iyo sa mga pahinang nasa wikang Ingles.] Ilang dekada ng giyera at terorismo ang bumalot sa bansang Afghanistan na tinaguriang isa sa mga pinakamapanganib na lugar sa buong mundo.
3২০০১ সালে তালেবান শাসনের পতনের পর দেশটি উন্নতি করা সত্ত্বেও, বেশীর ভাগ প্রচার মাধ্যম আফগানিস্তান বিষয়ে অনেকটা একগুঁয়ে মনোভাবের সাথে নেতিবাচক বিষয়, যেমন বোমা বিস্ফোরণ, আত্মঘাতী হামলা এবং মৃতদের সংবাদ তুলে ধরায় মনোযোগ প্রদান করে।Sa kabila ng pag-unlad ng pamumuhay doon magmula nang napatalsik sa puwesto ang grupong Taliban noong 2001, madalas pa ring nababalita sa midya ang negatibong imahe ng Afghanistan gaya ng mga pambobomba, kaguluhan, at pagkasawi ng buhay.
4এই সমস্ত প্রচার মাধ্যম, প্রচারিত সংবাদে আতঙ্ক ছড়ানো ছবি প্রদর্শন করে, যার ফলে অনেক নাগরিক যুদ্ধে ক্ষতবিক্ষত কিন্তু সুন্দর এই দেশটিতে আর কখনোই বেড়াতে আসার ইচ্ছে পোষণ করে না।Dahil sa mga nakakakilabot na pagsasalarawan, maraming dayuhan ang natatakot bumisita sa masalimuot ngunit magandang lugar ng Afghanistan. Kaya naman kapansin-pansin ang mga likhang sining ni Antony Loveless, isang Britanikong mamamahayag at litratista.
5আর এ কারণে ব্রিটেনের এক ফ্রিল্যান্স সাংবাদিক এবং ফটোগ্রাফার এ্যান্টোনি লাভলেস-এর কাজ অনেক বেশী আলাদা। মার্চ ২০১২ থেকে লাভলেস টুইটারে তার আফগানিস্তান ভ্রমণের ছবি পোস্ট করে আসছে।Magmula noong Marso 2012, naging daan ang Twitter upang maibahagi ni Loveless ang mga litrato ng kanyang mga paglalakbay sa Afghanistan, gamit ang hashtag na siya mismo ang umimbento, ang #TheAfghanistanYouNeverSee [ang Afghanistan na hindi mo pa nakikita].
6আর এর জন্য তিনি #দিআফগানইউনেভারসি নামক হ্যাশট্যাগ তৈরী করেছেন।Sa naging panayam ng Global Voices, ibinunyag ni Loveless na:
7এই হ্যাশট্যাগের বিষয়ে গ্লোবাল ভয়েসেস-এর সাথে কথা বলার সময় লাভলেস বলেন:
8সাম্প্রতিক বছরগুলোতে তিনবার আফগানিস্তান যাত্রার সময় তোলা ২,০০০ ছবির একটি পোর্টফোলিও আমি তৈরী করেছি এবং সেগুলোর চিহ্ন রেখেছি, আমি বরঞ্চ আকারে বড় একটি জটিল হ্যাশট্যাগ তৈরী করেছি [#দিআফগানইউনেভারসি]।May higit 2,000 larawan akong nakuha mula sa pagpunta ng Afghanistan ng tatlong beses, at upang masundan ko ang mga ito, naisip ko ang hashtag na #TheAfghanistanYouNeverSee.
9লেকের পাড়ের মেয়েটি। ক্ষমাহীন মধ্য দুপুরে তপ্ত সূর্যের নীচে একটু শীতল শান্তির জন্য লেকে অবগাহন।Ang Batang Babae sa Lawa, nagtatampisaw sa tubig at nagpapalamig sa gitna ng sikat ng araw.
10ছবি এ্যান্টোনি লাভলেসের।Litrato ni Antony Loveless, may pahintulot sa paggamit.
11অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে। সবুজ আফগান ভূমি, হেলমন্দ নদী তীরবর্তী উর্বর, আবাদ করা এক অঞ্চল।Ang 'luntiang bahagi' ng Afghanistan, isang malawak at masaganang lupain sa Lambak ng Ilog Helmand.
12ছবি এ্যান্টোনি লাভলেসের। অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।Litrato ni Antony Loveless, may pahintulot sa paggamit.
13দক্ষিণ আফগানিস্তানের কাজাকি হ্রদের বিস্ময়কর সৌন্দর্য্য, চিনুকের রাজকীয় বিমান বাহিনীর বিমান থেকে দেখা।Nakakamanghang kagandahan ng Lawa ng Kajaki sa timog Afghanistan, tanawin mula sa isang elikopterong Chinook ng Royal Air Force.
14ছবি এ্যান্টোনি লাভলেসের। অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।Litrato ni Antony Loveless, may pahintulot sa paggamit.
15রাজকীয় বিমান বাহিনীর (আরএএফ) সার্জেন্ট এ্যালেক্স ফোর্ড লাভলেসের হ্যাশট্যাগটিকে গ্রহণ করেছে, যে কিনা আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে ছয় মাস কাটিয়েছে।Nakita naman ni Sarhento Alex Ford ng Royal Air Force ang hashtag ni Loveless. Nagsilbi noong 2011 si Ford sa lalawigan ng Hilmand sa loob ng 6 na buwan.
16এই হ্যাশট্যাগ সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি প্রদান করতে গিয়ে ওয়্যারফেয়ার ম্যাগাজিন নামক পত্রিকায় ফোর্ড লিখেছে:Sa kanyang panulat sa Warfare Magazine, sinabi ni Ford:
17আমরা প্রায় ১১ বছর আফগানিস্তানে যুক্ত আছি, এবং এখানে দেশটিকে এক রণাঙ্গন-এর চেহারায় দেখা অতি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।11 taon na tayong nanghihimasok sa Afghanistan, at pangkaraniwan na ang mga larawan ng nagaganap na giyera.
18কিন্তু সাধারণত ওই সমস্ত ছবি সেখানকার সংঘর্ষের আরো খারাপ এক চেহারা তুলে ধরার প্রবণতা সৃষ্টি করে।Ngunit madalas negatibo ang tingin natinsa mga litratong ito.
19অট্টন বসসাত অথবা ব্রিজ নর্টন-এর মাধ্যমে আসা পতাকা ঢাকা কফিনের ছবি…, একটি হাসিমুখের সৈনিক-এর ছবি, কিন্তু এই ছবির নীচে একটি তারিখ প্রদান করা থাকে, যে তারিখে এই সৈনিকটি মৃত্যু বরণ করেছে।Mga larawan ng mga kabaong ng sundalo sa Wootton Bassett o Brize Norton… isang imahe ng nakangiting sundalo, pero nakalagay ang araw ng kanyang pagkamatay sa bandang ibaba.
20বেদনাদায়ক ভাবে বেশীর ভাগ ব্রিটিশ নাগরিক, যারা এই সমস্ত যুবাদের সমর্থন করে এবং যাদের এ মাটির প্রিয়তমা ভাবে, সেই সমস্ত নাগরিকদের সেখানে চলা যুদ্ধের প্রকৃত বাস্তবতা সম্বন্ধে কোন ধারণা নেই; আফগানিস্তানের আসল ঘটনা সম্বন্ধে।
21স্থানীয় শিশুরা পারাসদের (প্যারাসুট ট্রুপার) সাথে আলাপের জন্য প্রস্তুত, যারা হেলিকপ্টার অবতরণ এলাকা ত্যাগ করছে।Nakakalungkot dahil hindi alam ng karamihan ng mga mamamayan sa Britanya ang tunay na kuwento sa likod ng digmaan; ang kuwento ng Afghanistan.
22ছবি এ্যালেক্স ফোর্ড-এর। অনুমতিক্রমে প্রকাশিত।Mga batang inaabangan ang mga sundalo sa Helicopter Landing Site.
23একটি শ্রেনী কক্ষে ইউনেসেফ-এর প্রদান করা বই এবং পেন্সিল হাতে শিশুরা।Litrato ni Alex Ford, may pahintulot sa paggamit.
24ছবি এ্যালেক্স ফোর্ড-এর। অনুমতিক্রমে প্রকাশিত।Hawak ng mga batang Afghan ang mga libro at bolpeng ibinigay ng UNICEF.
25যারা আফগানিস্তান ভ্রমণের ছবি সবাইকে প্রদর্শন করতে চান তাদের জন্য এই হ্যাশট্যাগ সেই সমস্ত ছবি যুক্ত করার একটি জনপ্রিয় ক্ষেত্রে পরিণত হয়েছে, যা কিনা প্রচলিত প্রচার মাধ্যমে খুব কমই দৃশ্যমান হয়।Litrato ni Alex Ford, maay pahintulot sa paggamit. Lalong sumikat ang nasabing hashtag dahil sa mga turistang bumibisita sa Afghanistan at ginamit ang tag upang ibahagi ang kani-kanilang mga litrato.
26দৃশ্যত আফগান কিশোর ক্যামেরার সামনে।Isang batang Afghan na nakahanda sa likod ng kamera.
27ছবি স্টিভ ব্লাকের। অনুমতিক্রমে প্রকাশিত।Litrato ni Steve Blake, may pahintulot sa paggamit.
28সম্প্রতি, আফগানিস্তানের এক ভিন্ন চেহারা তুলে ধরার জন্য আফগানিস্তানের ফটোগ্রাফার ইকবাল আহামাদ অরুজগানিও এই হ্যাশট্যাগের অধীনে ছবি পোস্ট করতে শুরু করেছে।Kamakailan, ginamit rin ng litratistang Afghan na si Iqbal Ahmad Oruzgani ang hashtag sa kanyang mga litrato upang ipakita ang ibang perspektibo sa Afghanistan.
29মধ্য আফগানিস্তানের দাইকুন্দিতে এক সাথে দশ জন বরবধুর এক গণ বিয়ে।Kasalang bayan para sa dose-dosenang magsing-irog sa Daikundi, gitnang Afghanistan.
30এক সাথে অনেকগুলো বিয়ের আয়োজন এই দেশটিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এর ফলে প্রতিটি পরিবারের বিয়ের খরচ কমে আসে।Naging popular ang pagdaos ng kasalang bayan dahil bawas-gastos ito para sa bawat pamilya.
31ছবি ইকবাল আহমাদ অরুজাগানির, অনুমতিক্রমে প্রকাশিত।Litrato ni Iqbal Ahmad Oruzgani, may pahintulot sa paggamit.
32আফগান কিশোরীরা একটি বন্ধ দোকানের সামনে বই পড়ছে।Mga batang Afghan na nagbabasa ng aklat sa harap ng isang tindahan.
33ছবি ইকবাল আহমাদ অরুজগানির, অনুমতিক্রমে প্রকাশিত।Litrato ni Iqbal Ahmad Oruzgani, may pahintulot sa paggamit.
34মাইদান অয়ারদাক প্রদেশের বেশুদ জেলার একটি শীতকালের দৃশ্য।Taglamig sa Distrito ng Behsud sa lalawigan ng Maidan Wardak.
35ছবি ইকবাল আহমাদ অরুজগানির, অনুমতিক্রমে প্রকাশিত।Litrato ni Iqbal Ahmad Oruzgani, may pahintulot sa paggamit.
36এমনকি এই হ্যাশট্যাগের অধীনে প্রদর্শন করা ছবি, শত শত টুইটার ব্যবহারকারী পুনরায় টুইট করেছে, যার মাধ্যমে ফটোগ্রাফাররা অনেক দর্শক লাভ করেছে।Daan-daan naman ang nag-retweet sa Twitter ng mga litrato sa nasabing hashtag, kaya't higit na lumawak ang bilang ng mga saksi sa mga larawang ito.
37গ্লোবাল ভয়েসেস এর সাথে কথা বলার সময় লাভলেস বলেন:Sa pakikipag-usap sa Global Voices, sinabi ni Antony Loveless:
38অজস্র টুইট বলছে যে এটা টুইটার যে কোন সময়ের একটি হ্যাশট্যাগের এক সেরা ব্যবহার,আর আমি বর্তমানে এই হ্যাশট্যাগের বিষয়ের ভিত্তিতে একটি বই তৈরীর আলোচনা শুরু করছি, যখন অজস্র নাগরিক তা কেনার আগ্রহ দেখিয়েছে।Hindi mabilang ang mga nagsabing ito na raw ang pinakamagandang gamit ng isang hashtag sa twitter, at sa kasalukuyan inaayos ko na ang proseso ng paglalathala ng isang libro mula sa hashtag dahil marami ang interesado sa pagbili ng ganitong aklat.