# | ben | fil |
---|
1 | ভিডিওঃ রোবট আমাদের দেখাচ্ছে, কি ভাবে অনলাইনে নিরাপদ থাকা যায় | Bidyo: Robot, Tinuturo ang Ligtas na Paggamit ng Internet |
2 | | [Lahat ng link na nakapaloob dito ay magdadala sa iyo sa mga pahinang nasa wikang Ingles.] |
3 | ওনো নামে রোবটটি | Ang Robot na si ONO |
4 | সারভাইভাল ইন দি ডিজিটাল এজ (ডিজিটাল যুগে টিকে থাকা) নামে সপ্তাহান্তে প্রকাশিত নতুন ৮টি সিরিজ ভিডিওর মাধ্যমে ওনো নামক রোবট আমাদের ইমেইল, ফেসবুক নিরাপত্তা, ব্যক্তিগত ব্রাউজিং এবং আরো অনেক কিছুর বিষয়ে জানাচ্ছে। | May 8 bagong inilabas na bidyo ang seryeng tinatawag na Survival in the Digital Age (Kaligtasan sa Makabagong Panahon). Sa mga bidyo, pinapakita ng robot na si ONO ang tungkol sa ligtas na email, facebook, browsing, at iba pa. |
5 | এই নতুন সিরিজের প্রথম ভিডিও হচ্ছে ‘হেই ইয়াহু! এইচটিটিপিএস ইজ মাই ইমেইল' (‘ওহে ইয়াহু! | Tampok sa unang bidyo na HEY YAHOO! |
6 | এইচটিটিপিএস হচ্ছে আমার ইমেইল!)। এই ভিডিওতে কি ভাবে একটি নিরাপদ ইমেইল সরবরাহকারীকে বেছে নিতে হবে সেই বিষয়ে বলা হয়েছে। | HTTPS MY EMAILS! ang tungkol sa pagpili ng ligtas na web based email provider. |
7 | এই সংগঠনটি যতগুলো সম্ভব ভাষায় ভিডিওর অনুবাদ করার প্রচেষ্টা হিসেবে ক্রাউডসোর্সিং-এর ব্যবহার করছে। | Layon naman ng nasabing organisasyon na isalin sa maraming wika ang mga bidyo sa tulong ng crowdsourcing. |
8 | ২০১০ সালে ওনো ইন্টারনেটে প্রথম আবির্ভুত হয়, আমরা ইন্টারনেটে যে ডিজিটাল চিহ্ন ও যোগাযোগ করার উপায় রেখে যাই সে বিষয়ে ব্যাখ্যা করার জন্য এবং মোবাইল ফোন, ক্যামেরা অথবা ইন্টারনেটে ব্যাবহারের সময় ব্যক্তিগত তথ্য এবং যোগাযোগ ব্যবস্থা কি ভাবে নিরাপদ রাখা যায়, সেই বিষয়ে জানানোর জন্য। ইতোমধ্যে এই সিরিজের অতীতের বেশ কিছু ভিডিওর অনেকগুলো ভাষায় সাব-টাইটেল করা হয়েছে। | Noong 2010, naging sikat si ONO sa bidyo nito patungkol sa mga Digital Trace o mga bakas sa paggamit ng internet na iniiwan natin at kung papaano natin mapapangalagaan ang ating personal na impormasyon at mga listahan ng telepono sa mga mobile device, kamera, o sa internet man. Matagumpay namang naisalinwika ang mga bidyo sa nasabing bidyo-serye. |
9 | ওনোর চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় আমরা ইন্টারনেট-এ যে ডিজিটাল চিহ্ন রেখে আসছি, তাঁর মাধ্যমে আমাদের চিহ্নিত করে ফেলা হচ্ছে। | Mula sa pananaw ni ONO, makikita natin kung papaano tayo minamanmanan sa lahat ng digital na pag-uusap na ginagawa natin. |
10 | বেশীর ভাগ সময় এই বিষয়টি হয়ত আমাদের জন্য ক্ষতিকর নয়, তবে আমরা যা গোপন রাখতে চাই এবং দেখা, রেকর্ড করা, অথবা তথ্য অনুসন্ধান-এর সময়, এ সবের ক্ষেত্রে আমাদের খুব সামান্যই নিয়ন্ত্রণ রয়েছে। | Bagamat hindi tayo napapahamak sa maraming pagkakataon, napakaliit ng ating kontrol sa kung alin ang naka-private at kung alin ang nakikita, naitatala, at nakakalap na impormasyon mula sa atin. |
11 | এই বিষয়টি একটিভিস্ট এবং সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা হয়ত নজরদারির মাঝে রয়েছে এবং সে ক্ষেত্রে যে কোন ডিজিটাল কর্মকাণ্ড তাদের বিপদে ফেলে দিতে পারে। | |
12 | ওনো দেখাচ্ছে, বেশ কয়েকটি উপায় রয়েছে যার মধ্যে দিয়ে নাগরিকরা তাদের পরিচয় এবং তাদের ভিন্নতা লুকিয়ে ফেলতে পারে বা নিজদের নিরাপদ রাখতে পারে। | Napakahalaga nito para sa mga mamamahayag at aktibista na minamanmanan ang kanilang bawat kilos sa internet na maaari nilang ikapahamak. |
13 | তারা আসলে কে, তারা কি করছে, যেমন নাম পরিচয় লুকিয়ে ফেলা এবং প্রচলিত পদ্ধতিকে পাশ কাটিয়ে কাজ করা যায় এমন উপাদান (সারকামভেনশন টুলস) এবং কোড আকারে (এনক্রিপ্টিং) ইন্টারনেট ব্যবহার করা। | Kinilatis ni ONO ang ilang paraan sa pangangalaga ng ating pagkakakilanlan sa internet, at kung paano natin ito matitiyak: gaya ng paggamit ng ibang pangalan, encryption, at mga circumvention tool. |
14 | ওনো আমাদের সতর্ক করে দিচ্ছে, যে আমাদের জানা প্রয়োজন আমরা কি করছি, বিশেষ করে যখন আমরা আরো অগ্রগামী গোপনীয়তা বিষয়ক প্রযুক্তি ব্যবহার করি, এবং এই ক্ষেত্রে সেরা কাজটি অনুশীলনের জন্য আমাদের কি কি করণীয় সে বিষয়ে ওনো আমাদের একটি তালিকা প্রদান করেছে, যা কিনা আমরা সবাই, আমাদের দৈনন্দিন জীবনে, ইমেইল, মোবাইল ফোন, এবং অনলাইন সেবার ক্ষেত্রে প্রয়োগ করতে পারব। | Pinapaalala naman ni ONO na mag-ingat sa paggamit ng iba't ibang paraan ng privacy, at nagbigay din ito ng listahan ng mga pinakamainam na hakbang na magagamit natin sa pang-araw-araw na paggamit ng email, telepono at ibang pang serbisyo sa internet. |
15 | গ্লোবাল ভয়েসেস অ্যাডভোকেসি এ্যাকসেস ডিনাইড ম্যাপের এক আহ্বানের মাধ্যমে, ওনো'স গাইড টু সেফ সার্ভিং, কি ভাবে অনলাইনে কাজ করার সময় নিরাপদ থাকা যায়, সেই বিষয়ে নাগরিকদের জানাচ্ছে, বিশেষ করে যখন এমন কোন সাইটে প্রবেশ করা, যেটা হয়ত বন্ধ করে রাখা হয়েছে। | Mapapanood sa bidyong ONO'S GUIDE TO SAFE SURFING (Gabay sa Ligtas na Pagsu-surf ng Internet) kung papaano mapapanatiling ligtas ang pagsusurf online, lalo na kung naka-block ang ilang site na nais mong puntahan. Tampok din dito ang Access Denied Map ng Global Voices Advocacy. |
16 | ফেসবুক, টুইটার-এর (@ওনোরোবট) মাধ্যমে ওনো সম্বন্ধে এবং ট্যাকটিকাল টেক সাইটের মাধ্যমে অনলাইন নিরাপত্তার বিষয়ে আপনি আরো অনেক কিছু জানতে পারেন। | Bisitahin ang Facebook at twitter (@onorobot) ni ONO, at ang website ng Tactical Tech upang malaman ang tungkol sa kaligtasan sa internet. |