Sentence alignment for gv-ben-20090902-5702.xml (html) - gv-fil-20090901-101.xml (html)

#benfil
1যুক্তরাষ্ট্র, মেক্সিকো: নভোচারী জোসে হার্নানদেজ মহাকাশ থেকে টুইটার করছেনEstados Unidos, Mehiko: Astronaut Jose Hernandez Gumagamit ng Twitter Mula sa Panlabas na Kalawakan ng Mundo
2নভোচারী জোসে হার্নানদেজ আন্তর্জাতিক মহাকাশ অভিযানের একটি অংশ হিসেবে বর্তমানে এক নভোযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করছেন। তিনি তার এই ১৩ দিনের অভিযানের সময় মহাশূন্য থেকে টুইটার করছেন।Ang astronaut na si Jose Hernandez ay kasalukuyang nag-aaligid sa mundo bilang bahagi ng isang pangkalawakang misyon sa Internasyonal na Pangkalawakang Istasyong, at sya ay gumagamit ng Twitter habang siya ay nasa labing-tatlong araw ng misyon.
3এক মেক্সিকান অভিবাসীর এই সন্তানের জন্ম আমেরিকায়। হার্নানদেজ তার জীবনের অর্ধেক অংশ পিতৃ ভূমিতে কাটিয়েছেন এবং বাকী অংশ অতিবাহিত করেছেন যুক্তরাষ্ট্রে।Bilang isang anak na isinilang sa Estados Unidos ng mga imigranteng galing Mehiko, si Hernandez ay tumira halos kalahati ng kanyang buhay sa bansang pinanggalingan ng kanyang mga magulang at ang kalahati sa Estados Unidos.
4মেক্সিকো রিপোর্টার অনুসারে তিনি মেক্সিকোর এক জাতীয় বীর এবং উভয় দেশে তার জীবন কাহিনী অনেককে প্রেরণা জুগিয়ে থাকে।Ayon sa Mexico Reporter, siya ay isang pambansang bayani sa Mehiko at ang kuwento ng kanyang buhay ay inspirasyon sa parehong bansa.
5হার্নানদেজ এক প্রাক্তন অভিবাসী শ্রমিক যিনি তার পিতার সাথে, পিতা যে কাজ করতেন সেই কাজ করতেন, আর এখন তিনি তার প্রথম মহাশূন্য অভিযানে মহাকাশে পাড়ি জমিয়েছেন।Si Hernandez ay dating migranteng manggagawa, na nagtrabaho sa tabi ng kanyang mga magulang sa kampo, at ngayon ay ginawa ang unang lakbay nya sa panlabas na kalawakan ng mundo.
6নভোচারী জোসে হার্নানদেজ এর ছবি, উইকিমিডিয়া কমন্সের সৌজন্যেAng astronaut na si Jose Hernandez at hango sa Wikimedia Commons
7মহাকাশে পাড়ি দেওয়ার সময় তিনি তার দ্বিভাষিক টুইটার অ্যাকাউন্ট আপডেট (সাম্প্রতিকীকরণ) করতেন। তার অভিযান শুরুর তারিখ ছিল ২৫শে আগস্ট।Ang kanyang twitter sa Ingles at Espanyol ay nagbibigay ng mga bagong balita habang sya ay naghahanda sa kanyang paglunsad, na iniskedyul para sa ika-25 ng Agosto.
8কিছু যান্ত্রিক ত্রুটির কারনে এই অভিযানের তারিখ পিছিয়ে যায়।Dahil sa mga problema sa makina, ito ay naantala ng ilang araw.
9যাত্রার ফলস স্টার্ট (ব্যর্থ শুরু) এবং ধারাবাহিক সময় সূচী কিছুসময় তাকে এক একঘেয়ে অনুভূতির জন্ম দেয়:Ang maling pagsimula at ang mga paulit-ulit sa mga karaniwang paghahanda ay nagsimula na magkaroon ng pamilyar na pakiramdam pagkatapos:
10এক চমৎকার এক যাত্রা, আজ রাত ১.Pupunta para sa isang magandang takbo.
11১০ ইডিটি (ইস্টার্ন ডে লাইট টাইম) সময়ে যাত্রা করা হবে, মনে হচ্ছে আজকের আবহাওয়া এই যাত্রাকে সহায়তা করবে!Panahon mukhang makipagtulungan para sa gabing 1:10 umagang EDT lunsad!
12উৎসব মুখর গ্রাউন্ড হগ ডের মতো অনুভূতি হচ্ছে!:-)Pakiramdam katulad ng Ground Hog Day! :-)
13যখন তিনি প্রস্তুতি নিচ্ছিলেন তখনকার কথা, সে সময় হার্নানদেজ মেক্সিকোর রাষ্টপ্রতি ফেলিপে ক্যালডেরনের সাথে টেলিফোনে কথা বলেন।Dito sa mga panahon ng paghahanda, nang nagkaroon si Hernandez ng pag-uusap sa telepono kay Mehikong Presidente Felipe Calderon.
14অবশেষে দিনটি এলো এবং মহাকাশযান কক্ষ পথে পাড়ি জমাল ২৮ আগস্ট।Sa wakas ang araw ay dumating, at ang paglunsad ng Space Shuttle sa orbito ng ika-28 ng Agosto.
15হার্নানদেজ মহাকাশে প্রথম দিনে তার যে চিন্তা তৈরি হয় তা তিনি প্রকাশ করেন:Nang nasa pangkalawakan na si Hernandez, nagbigay siya ng kanyang mga saloobin sa unang araw nya sa kalawakan:
16ঠিকঠাক হওয়া এবং নিজের স্বপ্নকে উপলব্ধি করা… মাইক্রো জি অসাধারণ।Nag-aayos at natanto ang aking pangarap…Napakadakila ng Micro G.
17কম্পিউটার সেট করার কাজ শেষ করা এবং বিছানায় যাবার জন্য প্রস্তুত হওয়া!Natapos ang pag-aayos ng mga computer at naghahanda para matulog!
18কোন বালিশের প্রয়োজন নেই!Hinid ko kailangan ng unan!
19পরবর্তী দুই সপ্তাহ, হার্নানদেজ এই অভিযানের কর্মকাণ্ড নিয়ে তাজা সংবাদ ও ভবিষ্যতের কর্মকাণ্ড জানাতে থাকবেন।Sa sunod na mag dalawang lingo, nagbigay si Hernandez ng mga balita ukol sa mga gawain ng misyon at ang mga kinabukasang gawain:
20#অনঅরবিট তার তৃতীয় দিনের যাত্রা শেষ করেছে এবং স্টেশনে পৌঁছেছে।#onorbit Natapos ang araw ng ika-tatlong paglakbay at dumating sa istasyon.
21আমাদের তিনজন প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হল এবং মনে হচ্ছে তারা চমৎকার।Nakilala ko ang aking 6 na kapitbahay at mukhang mabait sila!
22এত সুন্দর যে আমার তাদের একজনকে ঘরের এক যাত্রা উপহার দিলাম!Sobrang bait na bibigyan namin ng sakay pauwi ang isa sa kanila!
23তার এই অভিযানের অবশিষ্ট টু্‌ইটার পাবেন @এস্টো জোসে- তে।Sundin ang mga tweets sa misyon sa @Astro_Juan