# | ben | fil |
---|
1 | সামুদ্রিক কচ্ছপ মুক্তকরনের জন্য ফিলিপাইনে অনলাইন আবেদন | Bihag na Pawikan, Pinalaya sa Pilipinas dahil sa Petisyon |
2 | কচ্ছপ দ্বীপে সামুদ্রিক কচ্ছপটিকে অবমুক্তকরনের কিছু আগে স্থানীয় অধিবাসীরা। | Mga residente ng Turtle Island bago mapalaya ang pawikan. Kuha ni Ma Cecilia Mendioro Gendrano |
3 | | Isang petisyon sa Change.org ang tagumpay na nakakumbinsi sa mga lokal na opsiyal sa isang lalawigan sa Pilipinas upang palayain ang isang binihag na pawikan. |
4 | ছবিঃ মা সেসিলিয়া মেন্দিরো জেন্দ্রানো | Itinuturing na naganganib ang lahi ng mga pawikan. |
5 | ফিলিপাইনের একটি প্রদেশে একটি বন্দী পাওয়িকানকে (সামুদ্রিক কচ্ছপ) মুক্ত করতে চেঞ্জ. | Nilagdaan ng mahigit na 1,500 katao ang petisyon na sinimulang ni Rochelle Prado: |
6 | অর্গ - এর আবেদন স্থানীয় কর্মকর্তাদের রাজী করাতে সফল হয়েছে। পাওয়িকান বিলুপ্তপ্রায় প্রজাতির তালিকায় রয়েছে। | …in Turtle Island, Guimaras, a Pawikan is kept tied and released only for purposes of photography at the cost of 5 pesos per tourist. |
7 | | The locals are the best stewards of endangered species within their vicinity, yet there is a lack of awareness about the need for these creatures to be set free and undisturbed in their natural habitat. |
8 | রোচেলে প্রাডোর উদ্যোগে করা এই আবেদনটিতে ১ হাজার ৫ শতেরও বেশি লোক স্বাক্ষর করেছেঃ …কচ্ছপ দ্বীপে গুইমারাস নামের একটি কচ্ছপটিকে বেঁধে রাখা হয়েছে। | …release the Pawikan and ensure that this practice will not continue by working hand in hand with the residents of Turtle Island in programs directed towards preserving and protecting their seas and marine life. - |
9 | যদি জন প্রতি পর্যটক ৫ পেসো করে দেয় তবে এটিকে শুধুমাত্র ছবি তোলার জন্য মুক্ত করা হয়। | … sa Turtle Island, Guimaras, nakatali ang isang pawikan at pinapakawalan lamang kapag kukunan ng larawan ng mga turista sa halagang limang piso. |
10 | তাঁদের চারপাশের অঞ্চলের ভেতরে, বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোর জন্য স্থানীয়রা সবচেয়ে ভালো তত্ত্বাবধায়ক। | Ang mga naninirahan doon ang pinakamainam na tagapangalaga ng mga endangered species sa kanilang lugar, subalit may kakulangan sa kaalaman na kailangang malaya at hindi pinapakialaman ang mga hayop na ito. |
11 | এই বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোকে মুক্তভাবে বিচরন করতে দেয়া এবং এগুলোর প্রাকৃতিক বাসস্থানে কোন রকম বিরক্ত না করার প্রয়োজনীয়তা সম্পর্কে এখনও সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। | … palayain ang pawikan at siguraduhing hindi ipagpapatuloy ang gawaing ito sa pamamagitan ng pakikipagtulungan sa mga residente ng Turlte Island [upang magkaroon ng] mga programang nakatuon sa pag-aalaga ng karagatan at mga nilalang dito. |
12 | … কচ্ছপটিকে মুক্ত করুন। এবং আশ্বস্ত করুন যে, এধরনের চর্চা আর করা চলবে না। | Agad namang tumugon si Jesse Vego ng Department of Environment and Natural Resources at pinalaya ang pawikan: |
13 | কচ্ছপ দ্বীপের অধিবাসীদের সাথে নিয়ে এগুলোর সমুদ্র ও সামুদ্রিক জীবনকে সংরক্ষণ এবং সুরক্ষা করতে যেসব কার্যক্রম হাতে নেয়া হয়েছে সেগুলোতে হাতে হাত রেখে কাজ করবেন। | … I was quite surprised that there is a petition being circulated when the petitioner, Rochelle Prado, had not even communicated with my Office. I should thank you for that because had it pushed through it will put my Office in bad light |
14 | কচ্ছপটিকে মুক্ত করে পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ বিভাগের জেস ভাগো তাৎক্ষনিকভাবে এই আবেদনে সাড়া দেনঃ | … the alleged Turtle Island, a place which cannot be located in the official map of the province, the island being alluded to is actually a part of the mainland |
15 | …আমি খুব বিস্মিত হয়েছি যে, আবেদনকারী রোচেলে প্রাডো আমার দপ্তরে যোগাযোগ না করা সত্ত্বেও আবেদনটি ছড়িয়ে পড়েছে। এর জন্য আপনাকে আমার ধন্যবাদ দেয়া উচিৎ। | … Nagulat talaga ako na may petisyong kumakalat gayong nag-petisyon na si Rochelle Prado ay hindi man lang nakipag-ugnayan sa aking opisina. |
16 | কারন আবেদনটির মাধ্যমে যদি তাগাদা দেয়া না হতো, তবে আমার দপ্তরের মর্যাদা ক্ষুণ্ণ হত। | Nagpapasalamat ako sa yo dahil kung natuloy iyon malalagay sa masamang sitwasyon ang aking opisina. |
17 | … অভিযুক্ত কচ্ছপ দ্বীপটি এমন একটি জায়গা, যা প্রদেশটির দাপ্তরিক মানচিত্রে খুঁজে পাওয়া যায় না। | … ang sinasabing Turtle Island, isang lugar na hindi mahahanap sa opisyal na mapa ng lalawigan, ang islang itinuturing, ay bahagi ng mainland. |
18 | পরোক্ষভাবে উল্লেখ করা এই দ্বীপটি আসলে মূল ভূখন্ডেরই একটি অংশ। | Ang paghatid sa pawikan pabalik sa dagat. Kuha ni Ma Cecilia Mendioro Gendrano |
19 | কচ্ছপটিকে সাগরে ফিরিয়ে দেওয়া হচ্ছে। | Ang papauwing pawikan. |
20 | সামুদ্রিক কচ্ছপ তাঁর নিজ আবাসে ফিরে যাচ্ছে। | Kuha ni Ma Cecilia Mendioro Gendrano Ibinalita ng Change.org ang kaganapan: |
21 | চেঞ্জ. | VICTORY! |
22 | অরগ সুখবরটির বিষয়ে রিপোর্ট করেছেঃ বিজয়! | Congratulations to Change.org Philippines petition starter Rochelle Prado. |
23 | | Through her efforts and help from 1,645 others, the DENR Protected Areas and Wildlife Bureau (PAWB) has freed the captive Turtle island pawikan that was being used for paid photo-ops. |
24 | চেঞ্জ. | TAGUMPAY! |
25 | অর্গ - এর ফিলিপাইন আবেদনের উদ্যোক্তা রোচেলে প্রাডোকে অভিনন্দন। | Binabati namin ang pasimuno ng petisyon sa Change.org Pilipinas na si Rochelle Prado. |
26 | তাঁর প্রচেষ্টায় এবং অন্য আরো ১ হাজার ৬ শত ৪৫ জনের সাহায্যের কারনে দ্যা ডিইএনআর প্রটেক্টেড এরিয়াস এবং বন্যপ্রাণী ব্যুরো (পিএডব্লিউবি) বন্দী কচ্ছপ দ্বীপ পাওয়িকানকে মুক্ত করে দিয়েছে। | Sa pamamagitan ng kanyang pagsisikap at sa tulong ng 1,645 na iba pa, pinalaya ng DENR Protected Areas and Wildlife Bureau (PAWB) ang bihag na pawikan na ginagamit para sa may bayad na pagkuha ng larawan. |
27 | এটি এতোদিন টাকার বিনিময়ে ছবি তোলার জন্য ব্যবহৃত হতো। | Ayon kay Minerva Glindro, kailangang mabigyan ng alternatibong hanapbuhay ang mga nakatira sa isla: |
28 | দ্বীপটির বাসিন্দাদের জন্য একটি বিকল্প জীবিকা নির্ধারনের বন্দোবস্ত করা উচিৎ। | The government needs to provide programs that provide a better livelihood for the locals that will make them stewards for their ecosystem. |
29 | মিনারভা গ্লিন্ড্রোর মতেঃ | Simply releasing the turtles won't stop the cycle. |
30 | সরকারের এমন কিছু কার্যক্রম হাতে নেয়া উচিৎ, যা স্থানীয়দেরকে তুলনামূলকভাবে একটি ভালো জীবনযাপন করতে সাহায্য করবে। | Kailangan ng pamahalaan magbigay ng mga programang pangkabuhayan para sa mga naninirahan doon upang sila'y maging tagapangalaga ng kanilang kalikasan. Ang pagpalaya ng pawikan ay hindi sapat upang mabasag ang siklo. |
31 | এটি যেন তাঁদেরকে নিজেদের বাস্তুতন্ত্র রক্ষার জন্য তত্ত্বাবধায়ক হিসেবে গড়ে তোলে। | Patupad ang mga batas pangkalikasan, sabi ni Rene Mikhael Resurreccion: I don't even know why we NEED a petition. |
32 | শুধুমাত্র কচ্ছপ মুক্তকরনের মাধ্যমে এই চক্রকে দমানো যাবে না। | If it's against the law, then just freaking do what must be done. |
33 | | Anyway, this is important to me as even though that turtle may not have a brain as sophisticated as ours, it must feel lonely and BORED sometimes, can't it? |
34 | রিন মাইকেল রিসুরেশন, পরিবেশ আইনের বাস্তবায়নের কথা বলেছেনঃ | Anyway, that turtle may serve a purpose much higher than serve as a source of photo souvenirs. |
35 | এমনকি আমি জানি না, কেন আমাদের একটি আবেদনের দরকার পড়লো। | It could propagate the multiplication of its species for example. |
36 | যদি এটি আইনের বিরুদ্ধে যায়, তবে শুধুমাত্র নানা রঙে সাজানো ছাড়াও কিছু করা উচিৎ। | Hindi ko man lang alam kung bakit kailangan pa natin ang isang petisyon. |
37 | যাইহোক, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যে, কচ্ছপের হয়তোবা আমাদের মত কোন জটিল মস্তিষ্ক না থাকতে পারে, তবে এটা অবশ্যই একাকীত্ব অনুভব করে এবং মাঝে মাঝে হয়তোবা এটার একঘেয়ে লাগে। | Kung bawal ito sa batas, e di basta gawin na ang kailangan gawin. Gayon pa man, mahalaga ito sa akin dahil kahit ang walang utak ang pawikan na katulad ng sa atin, nalulungkot at nababato din ito, di ba? |
38 | এমনটা কি হতে পারেনা ? যাইহোক, এই কচ্ছপটি স্মারকের ছবির উৎস হিসেবে কাজ করা ছাড়াও আরো বড় মানের সেবা দেয়ার সক্ষমতা রাখে। | Gayon pa man, ang pawikan ay may halaga na mas mataas pa kaysa sa larawang souvenir. |
39 | উদাহরণ হিসেবে বলা যায়, এটি প্রজননের মাধ্যমে এর প্রজাতির সংখ্যা বাড়াতে অবদান রাখতে পারে। | Pwede niyang padamihin ang kanyang lahi, halimbawa. Nakita ni Pinky Arturo skung paano naabuso ang mga pawikan sa isla: |
40 | পিংকি আরতুরো দেখেছেন, দ্বীপটিতে কীভাবে কচ্ছপগুলোকে শোষণ করা হচ্ছিলঃ | I was able to go there when we visited the island.. I felt nothing but pity for the creature. |
41 | আমরা যখন এই দ্বীপটিতে বেড়াতে গিয়েছিলাম, তখন আমার সেখানে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল… কচ্ছপগুলোর জন্য আমি মায়া ছাড়া আর কিছুই অনুভব করিনি। | They should stop this and free the turtle! Nakapunta ako roon noong bumisita ako sa isla.. |
42 | তাঁদের এগুলো বন্ধ করা উচিৎ এবং কচ্ছপগুলোকে মুক্ত করে দেয়া উচিৎ! | Wala akong naramdaman kundi awa sa nilalang. Dapat ihinto nila ito at palayain ang pawikan! |