Sentence alignment for gv-ben-20120913-31117.xml (html) - gv-fil-20120922-1669.xml (html)

#benfil
1মিশরঃ আলেকজান্দ্রিয়ার ঐতিহাসিক বইয়ের বাজার নিরাপত্তা বাহিনী কতৃক ধ্বংসEhipto: Makasaysayang Pamilihan ng mga Aklat, Sinalakay ng Pulisya [Lahat ng link sa akdang ito ay magdadala sa iyo sa mga pahinang nasa wikang Arabe.]
2মিশরিরা আজ (৭ই সেপ্টেম্বর, ২০১২) সকালে আলেকজান্দ্রিয়ার নবী দানিয়াল সড়কের বইয়ের দোকানগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ধ্বংসের খবর পেয়ে জেগেছেন।Madaling araw ng ika-7 ng Setyembre nang mabalitaan ng mga taga-Egypt ang ginawang pagsalakay sa mga tindahan ng mga libro sa Kalye Prophet Daniel sa lungsod ng Alexandria.
3ঊষাকালে এই বহিরাক্রমণে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে বাম নেটনাগরিকরাও ক্রুদ্ধ।Maraming nagsasabing kagagawan ito ng mga taga-Ministeryo ng Interyor.
4তাদের দাবি, সংস্কৃতির উপর এটি একটি চলমান যুদ্ধ।Bumuhos naman ang poot ng mga netizen sa Muslim Brotherhood, na inaakusahang unti-unting sumisira sa yamang-kultura ng bansa.
5নিরাপত্তা বাহিনী দোকান এবং বই ধ্বংস করেছে। এর ফলে বইয়ের অমূল্য সংগ্রহ এবং সংস্কৃতির একটি সম্পদ ধ্বংস করা হল।Winasak ng mga otoridad ang mga tindahan at mga aklat; nadamay ang maraming koleksyon ng mga matatandang libro at ang yamang-kulturang nakasulat sa mga ito.
6ডঃ সাদিয়া মিটওয়ালি এই আক্রমণের বিরোধিতা করেছেন [আরবী]:Galit ang naramdaman ni Dr Shadia Metwally sa ginawang pagsalakay:
7@সাদিয়ামেটওয়ালিঃ নবী দানিয়াল এলাকার বইয়ের দোকানগুলোতে আক্রমণ করা ছিল ভুল, যেখানে রাস্তার অন্য পার্শ্বে চা, কফি এবং পুরনো চেয়ার রয়েছে।@shadiametwally: Sinadya ang pagsalakay sa mga aklatan sa Kalye Prophet Daniel, samantalang hindi man lang nagalusan ang mga kapihan at ang mga lumang upuan sa kabilang kanto.
8সেগুলো ছিল সেই ধরণের বইয়ের দোকান যেগুলো সংস্কৃতির একটি সম্পদ স্থাপন করেছিল।Malaking kawalan sa kultura ang pagkasira ng mga tindahang iyon
9শেহরাজাদে ছাত্রদের সম্পর্কে উদ্বিগ্ন যারা মনে পীড়ন অনুভব করবেঃNangangamba naman si Schehrazade na unang maaapektuhan ang mga estudyanteng taga-roon dahil sa pangyayari:
10@_শেহরাজাদে: আমি ভাবতে পারছি না, বিশ্ববিদ্যালয়ের গরীব ছাত্ররা কিভাবে তাদের বই সংগ্রহে সমর্থ হবে।@_Schehrazade: Paano na kaya makakabili ng mga libro ang mga mahihirap na mag-aaral sa mga unibersidad.
11প্রকৃতই একটি সবচেয়ে বিদ্বেষপূর্ণ আচরণ।Talagang masama ang hangarin nila
12পুলিশের আক্রমণের পর আলেকজান্দ্রিয়ার নবী দানিয়াল সড়কের হামীদ এর বইয়ের দোকানের ধ্বংসাবশেষ।Ang mga natirang gamit sa tindahan ni Hameedo sa Kalye Prophet Daniel matapos ang pagsalakay ng mga pulis.
13টুইটারে ছবিটি শেয়ার করেছেন হেবা ফারুক।Litratong ibinahagi ni Heba Farooq sa Twitter
14হেবা ফারুক মাহফুজ ব্যাখ্যা করেছেনঃPaliwanag ni Heba Farouk Mahfouz:
15@হেবাফারুকঃ রাজাব হামীদের বইয়ের দোকানটি ছিল একটি ব্যাক্তিগত সরু গলিতে, সড়কের পাশে নয়।
16এছাড়া তাঁর ৩৪ বছর ধরে দোকান চালানোর অনুমতি থাকা সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দোকানটি ভেঙ্গে দিয়েছে। ধ্বংসযজ্ঞের পরপরই তিনি ছবিটি তুলে পোস্ট করেছেন।@HebaFarooq: Nasa pribadong espasyo ang tindahan ni Rajab Hameedo, at hindi sa bangketa; sinira pa rin ito ng Ministeryo ng Interyor bagamat 34 taon na nitong hawak ang permiso ng gobyerno
17ওয়ালীদ টুইট করেছেনঃTweet ni Waleed:
18@উইলোএজিঃ আপনারা খুব সাধারণ বিক্রেতাদের জীবিকা অর্জনের উপায় ধ্বংস করে দিয়েছেন এবং গরীব লোকদের পড়াশুনার আনন্দ অনুধাবন করা থেকে বঞ্চিত করেছেন।@WilloEgy: Winasak niyo ang hanapbuhay ng mga simpleng tao at mga manininda, at hinahadlangan ang pagnanais ng mga dukha na makapagbasa.
19এর চেয়ে নির্বুদ্ধিতার আর কিছু কি আছে?May mas tatanga pa ba dito?
20তাঁর সাথে ওয়ায়েল বারাকাত কটাক্ষ করেছেনঃPabiro namang tweet ni Wael Barakat:
21@ওয়ায়েল_বারাকাতঃ তার মানে কি এখন বই বিক্রি করা মাদকদ্রব্য বিক্রি করার মতো এবং আমরা কি এখন বই কিনবো ভিডিও টেপের আকারে?@Wael_Barakat: Ibig sabihin ba nito eh ibebenta na ngayon ang mga aklat na parang bawal na gamot, at bibili na tayo ng mga librong itinatago sa loob ng mga video tape?
22আহমেদ এলসাউই প্রশ্ন তুলেছেনঃTanong ni Ahmed Elsawy:
23@আহমেদ এলসাওয়ঃ সেই লোকটির কি হবে যার নীল রঙের বই বিক্রির ছোট দোকান থেকে আমি সবসময় বই কিনতাম?@Ahmed_Elsawy: Paano na kaya ‘yong ginoo na nagtitinda sa asul na tindahan kung saan ako laging bumibili?
24আমি তাকে সবসময় দেখতাম নামাজ পরতে।Lagi ko siyang nakikitang nagdadasal.
25তার ছোট বইয়ের দোকানটিও কেন তারা ভেঙ্গে দিলো?Bakit nila sinira ang kanyang tindahan?
26অনেকেই মুসলিম ব্রাদারহুডকেই সরাসরি দোষী মনে করে, কেননা এদেরই এক সদস্য মোহাম্মদ মুরসি মিশরের বর্তমান প্রেসিডেন্ট।Sinisisi ng karamihan ang partido ng Muslim Brotherhood, kung saan kabilang si Mohamed Morsi na ngayo'y bagong pangulo ng bansang Egypt, sa pagkawasak ng mga aklatan.
27তবে আনাস আবদেল আযীম কড়া জবাব দিয়ে বলেছেনঃPuna ni Anas Abdelazeem:
28@আনাসআবদেলআযীমঃ নবী দানিয়ালের(সড়ক) বইয়ের দোকানগুলো ভেঙ্গে দেওয়াকে আমরা যদি ধরে নিই যে মুসলিম ব্রাদারহুড আমাদের সংস্কৃতির ওপর হামলা করেছে তাহলে তা উপহাসের যোগ্য, কেননা এমন ঘটনা আরও অনেকবার ঘটেছে।@anasabdelazeem: Walang katotohanan ang sinasabing pag-atake ng Muslim Brotherhood sa mga aklatan sa Prophet Danial, dahil paulit-ulit naman itong nangyayari
29টুইটারে আরও প্রতিক্রিয়া জানতে এই হ্যাশ ট্যাগ [আরবী] চেক করুন।Para sa iba pang mga reaksyon at komento, basahin sa Twitter ang talaan ng hashtag na ito.
30আক্রমনের ঠিক পরপরই তোলা কিছু ছবি আহমেদ রক তাঁর ফেসবুক পাতায় দিয়েছেন এখানে।Ibinahagi naman ni Ahmed Rock ang mga litrato ng pinsalang dulot ng pagsalakay sa Facebook page na ito.