# | ben | fil |
---|
1 | চীন-ফিলিপাইন: স্কারবোরো জলসীমা নিয়ে উত্তেজনা বাড়ছে | Tsina, Pilipinas: Tensyon sa Pag-angkin sa Scarborough Shoal, Tumitindi |
2 | চীন দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের নৌবাহিনীর জাহাজের উপস্থিতি সহ্য করবে না - রাষ্ট্রনিয়ন্ত্রিত চীনা গণমাধ্যম এই রিপোর্ট করার পর থেকে স্কারবোরো মগ্নচড়া বা হুয়াঙ্গিয়ান দ্বীপের বিতর্কিত জলসীমা নিয়ে চীন এবং ফিলিপাইনের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে। | Lalong umiinit ang tensyon sa pinag-aagawang Scarborough Shoal [en] o Huangyan Island sa pagitan ng Tsina at Pilipinas. Isiniwalat ng media ng pamahalaang Tsina na hindi na nito papayagan ang panghihimasok ng mga barkong pandagat ng Pilipinas sa Dagat Timog Tsina. |
3 | ৮ই মে, ২০১২ তারিখে চীনা দৈনিক এর মন্তব্যে স্কারবোরো মগ্নচড়া বিতর্ক সম্পর্কে এর চীন “অসহনীয় কিছু সহ্য করবে না” শিরোনামের উপর জোর দেয় [ঝংওয়েন - চীনা ভাষা] এবং দক্ষিণ চীন সাগরে চীনা সরকারের সার্বভৌমত্ব প্রদর্শনের কূটনৈতিক কৌশল প্রকাশ করে। জাতীয়তাবাদী কর্মক্ষমতা | Ibinandera ng China Daily ang isang komentaryo [zh] noong Mayo 8, 2012, kung saan iginiit ng bansang Tsina na “hindi na nito papayagan ang hindi katanggap-tanggap” na pagkilos sa alitan ng Scarborough Shoal, at ibinunyag ang estratehiyang diplomatiko ng Tsina bilang pagpapamalas ng kanilang soberanya sa Dagat Timog Tsina. |
4 | জাতীয়তাবাদী চীনা গণমাধ্যমের মুখপত্র গ্লোবাল টাইমসের ৯ই মে তারিখের সম্পাদকীয়তে বলা হয়েছে যে [চীনা ভাষায়] “এই মোকাবেলা সামরিক সংঘাতে পর্যবসিত না হলে তা হবে বিস্ময়কর।” | Pagpapamalas ng Damdaming Makabayan Ayon naman sa editoryal na ipinalabas ng makabayang pahayagang Global Times [zh] noong Mayo 9, “isang himala kapag hindi natuloy ang awayang militar”. |
5 | স্থানীয় সংবাদপত্র আরো জানিয়েছে যে চীনা নৌবাহিনীর জাহাজ মগ্নচড়া থেকে ফিলিপাইনের জেলেদের তাড়িয়ে দিয়েছে [চীনা ভাষায়]। | Ibinalita naman ng mga lokal na periyodiko na pinaalis ng mga barkong pandagat ng Tsina ang mga maliliit na mangingisdang Pilipino mula sa Shoal [zh]. |
6 | চীন স্কারবোরো মগ্নচড়া বিতর্ক সমাধানে সামরিক পন্থা অবলম্বন বা ঘরোয়াভাবে চীনা অনলাইন জাতীয়তাবাদ ব্যবহা্রের কোনটিই করবে না - ফিলিপাইনের সামরিক বিশেষজ্ঞদের দাবিটির [চীনা ভাষায়] প্রতিক্রিয়া হিসেবে জাতীয়তাবাদী মন্তব্যগুলো এসেছে। | Umusbong ang sentimiyentong makabayan ng mga taga-Tsina matapos magpahayag ang isang Pilipino na sinasabing eksperto sa sandatahang lakas [zh] na hindi gagamitin ng bansang Tsina ang kanyang kakayahang militar upang malutas ang awayan sa Scarborough Shoal o para supilin ang mga damdaming makabayan sa internet. |
7 | ডংফ্যান স্টার টেলিভিশনের একজন প্রতিবেদক স্কারবোরো মগ্নচড়ার প্রধান প্রাচী্রে একটি চীনা পতাকা দাঁড় করিয়ে সার্বভৌমত্বের সর্বশেষ কর্মটি সম্পাদন করেছেন: | Kamakailan lang, nagtayo ng watawat ng Tsina ang isang TV reporter ng Dongfan Star sa pangunahing reef ng Scarborough Shoal, bilang halimbawa ng pagpapamalas ng damdaming makabayan: |
8 | “黄岩 岛” (হুয়াঙ্গিয়ান দ্বীপ) শব্দটি খোঁজা হলে চীনা সামাজিক মিডিয়া জাতীয়তাবাদী অনুভূতিতে ছেয়ে যায় এবং মূলধারার মিডিয়া এতে ঘৃতাহুতি দান করেছে। | Kapansin-pansin naman ang pagdagsa ng sentimiyentong makabayan sa internet gamit ang katagang “黃岩島” (Huangyan Island), samantalang sinisisi naman ang mainstream media sa panggagatong sa lumalaking apoy. |
9 | নিচে বিষয়টি সম্পর্কে বাছাই করা কিছু সাধারণ ওয়েইবো মন্তব্য রয়েছে: | Narito ang ilang puna sa Weibo tungkol sa isyu: |
10 | @周指辉 [চীনা ভাষায়]: মনে হচ্ছে যে আমাদের দেশ হুয়াঙ্গিয়ান দ্বীপের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। | @周指辉 [zh]: Tila makukuha na ng bansa ang Huangyan Islands. |
11 | এটা একটা সুবর্ণ সুযোগ, আমি আশা করি আমরা যেন আরো অন্যান্য দ্বীপেরও নিয়ন্ত্রণ নিতে পারি। | Magandang pagkakataon ito, sana makakuha din tayo ng ibang isla. |
12 | @醉想丽华 [চীনা ভাষায়]: চীনা এলাকা আসলেই প্রকাণ্ড আর এর প্রতিটি ইঞ্চি পবিত্র। | @醉想丽华 [zh]: Napakalaki ng lupaing sakop ng Tsina, ngunit bawat pulgada nito ay mahalaga. |
13 | রাষ্ট্রীয় এলাকার বিষয়ে কোন আপস নেই, কেবল যুদ্ধই সমস্যাটির সমাধান করতে পারে। | Wala nang pakikipag-negosasyon tungkol sa mga usaping teritoryo, digmaan ang tanging solusyon dito. |
14 | আমাদের অস্ত্র ধরতে এবং প্রস্তুত থাকতে হবে। | Itaas natin ang ating sandata at maghanda. |
15 | যেহেতু আমাদের হুমকি দেয়া হয়েছে, আমাদের রুখে দাঁড়াতে হবে। | Kapag hinahamak tayo, kailan nating gumanti. |
16 | প্রতিদিনই মিডিয়া বলছে যে হুয়াঙ্গিয়ান চীনের একটি অবিচ্ছেদ্দ অংশ। এটা খুব হতাশাজনক… আমাদের হুমকি দেয়া হয়েছে এবং আমরা কথা বলতেই থাকবো। | Araw-araw, sinasabi ng media na mahalagang bahagi ng Tsina ang Huangyan, nakakabwisit… inaalipusta tayo at hanggang salita lang ang ginagawa natin. |
17 | এখন আমাদের কিছু রং দেখাতে হবে যেন তারা আমাদের শক্তি পরীক্ষা না করে। | Ipakita natin ang ating tunay na kulay nang hindi nila tayo insultuhin. |
18 | @黑匣子陈廖宇 [চীনা ভাষায়]: হুয়াঙ্গিয়ান সমস্যাটি বিভিন্ন দেশের [রাজনৈতিক এবং জাতীয়তাবাদী] কল্পনার খোরাক। | @黑匣子陈廖宇 [zh]: Ang isyu ng Huangyan ay daan para sa maraming bansa upang maipamalas ang kanilang kapangyarihang pulitikal at damdaming makabayan. |
19 | তাই সমস্যাটির সমাধান না করাই ভাল। | Kaya hanggang ngayon hindi pa rin nalulutas ang problema. |
20 | @佳琦-半正太V [চীনা ভাষায়]: চীন দক্ষিণ চীন সাগর সমস্যা মোকাবেলা করা ব্যাপারে খুবই ধীরস্থির। | @佳琦-半正太V [zh]: Matagal nang naging mahinahon ang Tsina tungkol sa usaping Dagat Timog Tsina. |
21 | তবে ফিলিপাইন হুয়াঙ্গিয়ান দ্বীপের সমস্যাটি উস্কে দিয়েছে। | Subalit sinusulsulan ng Pilipinas ang isyu ng Huangyan Island. |
22 | আমার মনে হয় আমরা আমাদের ছুরির ধার পরীক্ষা করে দেখতে পারি ভিয়েতনাম এবং জাপানকেও কিছুটা সতর্ক করতে পারা যায় কিনা। | Sa tingin ko panahon na upang subukan natin ang ating itak at upang magsilbing babala sa Vietnam at Japan. |
23 | একজন মিডিয়াকর্মীর প্রতিক্রিয়া গুয়াংঝু'র মিডিয়াকর্মী সু শাওজিন [চীনা ভাষায়] মিডিয়াতে জাতীয়তাবাদী আবেগ জ্বলে উঠার সমালোচনা করছেন: | Pananaw ng isang mamamahayag Binatikos naman ni Su Shaoxin [zh], isang mamamahayag sa Guangzhou, ang panggagatong ng media sa sentimiyentong makabayan: |
24 | মিডিয়াকর্মী এবং নাগরিক ব্যক্তিত্ব হিসেবে আমরা বাজার থেকে বাহবা কুড়াতে এবং এই মুহূর্তে জাতীয়তাবাদী অনুভূতিতে তেল দিয়ে নিজেদের রাজনৈতিকভাবে সঠিক থাকা উপভোগ করতে পারি। | Bilang mga mamamahayag at sikat na personalidad, maaring nakukuha natin ang palakpak ng manonood at mambabasa, at nagmumukhang tama sa mata ng gobyerno dahil sa panggagatong sa nasabing isyu. |
25 | তবে এধরনের উপযোগবাদ দেশের জন্যে দুর্যোগ বয়ে আনবে এবং আমার চেয়ে আপনার [সম্ভবত আরো অভিজ্ঞ কোন মিডিয়াকর্মীকে নির্দেশ করে] আরো [বেশি] বেদনাদায়ক অভিজ্ঞতা রয়েছে। | Subalit ang ganitong gawain ay magpapahamak lamang sa bansa, at mas malawak na ang iyong karanasan kaysa sa akin [kinakausap ang mga kapwa-mamamahayag]. |
26 | আমি বলি কি [হুয়াঙ্গিয়ান] সমস্যা মোকাবেলার ক্ষেত্রে জ্ঞান এবং ক্ষমতার অভাব রয়েছে - কারণ এটা যদি অনভিজ্ঞতা না হয় তবে এর [প্রতিবেদন এবং মন্তব্যগুলোর পিছনে] লুকানো কিছু বিষয় রয়েছে। | Masasabi kong kulang sa pag-unawa at salat sa kakayahan ang kasalukuyang pagbabalita sa isyu [ng Huangyan] - dahil kung hindi man ito dulot ng kamangmangan, maaaring may adyenda kayong tinatago [sa likod ng mga ulat at komentaryo]. |