Sentence alignment for gv-ben-20120820-29884.xml (html) - gv-fil-20120807-1431.xml (html)

#benfil
1ফিলিপাইন্স: মেট্রো ম্যানিলাসহ নিকটবর্তী প্রদেশগুলোতে বন্যাPilipinas: Kalakhang Maynila at Karatig-Lalawigan, Lubog sa Baha
2জোরালো বৃষ্টি ফিলিপাইন্সের মেট্রো ম্যানিলা এবং লুজন দ্বীপের নিকটবর্তী প্রদেশগুলোতে তীব্র বন্যা সৃষ্টি করেছে।[Lahat ng link sa akdang ito ay magdadala sa iyo sa mga pahinang nasa wikang Ingles.] Nagdulot ng malawakang pagbaha ang matinding buhos ng ulan sa maraming bahagi ng Kalakhang Maynila at mga karatig probinsiya sa Luzon.
3দেশের প্রধান শহরকেন্দ্র মেট্রো ম্যানিলা ১৭টি শহর ও পৌরসভা নিয়ে গঠিত।Ang Kalakhang Maynila, ang pangunahing sentro ng kalakalan sa bansa, ay binubuo ng 17 lungsod at munisipyo.
4সরকার ইতোমধ্যে সরকারী ও বেসরকারী উভয় ক্ষেত্রে ক্লাস এবং কাজ স্থগিত করেছে।Sinuspinde na ng pamahalaan ang pasok sa lahat ng mga paaralan at opisina sa pampubliko at pribadong sektor.
5প্রধানতঃ ফেসবুক ও টুইটার থেকে নেয়া নিচের ছবিগুলোতে এই লেখা পর্যন্ত বৃষ্টি না থামার কারণে যে মহানগরে বন্যার পরিমাণ এবং পরিস্থিতির যে আরো অবনতি হতে পারে সেটা দেখানো হয়েছে।Makikita sa mga larawan sa ibaba, na nagmula sa Facebook at Twitter, ang lawak ng pagbaha sa kabisera, at maaari pang lumalala ang kalagayan doon dahil sa walang puknat na pagbuhos ng ulan habang sinusulat ang artikulong ito.
6মেট্রো ম্যানিলাসহ আরো ৯টি প্রদেশে জোরালো বৃষ্টি।Malakas na pag-ulan sa Kalakhang Maynila at sa siyam na mga probinsiya.
7ফিলিপাইন সরকারের ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবিLarawang mula sa Facebook page ng pamahalaan.
8আরেকটি মানচিত্রে বৃষ্টি এবং বন্যা দূর্গত অঞ্চল দেখাচ্ছে।Mapang pinapakita ang mga lugar na apektado ng pag-ulan at pagbaha.
9নাদিয়া ডি ভেরা'র ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবিLarawang mula sa Facebook page ni Nadja De Vera.
10ম্যানিলা শহরের উপরে কালো মেঘ ঘোরাফেরা করছে।Makulimlim na kalangitan ang bumalot sa lungsod ng Maynila.
11লরেইন ওকাম্পো'র ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবিLitratong mula sa Facebook page ni Lorrelyn Ocampo.
12এশিয়ার প্রাচীনতম ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে বন্যা।Delubyo sa loob ng pinakamatandang Katolikong unibersidad sa Asya.
13ডেক্সটার একুইতানিয়া অস্ট্রিয়া'র ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবিLitratong mula sa Facebook page ni Dexter Aquitania Austria.
14মারিকিনা শহরের বন্যা।Ang pagbaha sa Lungsod ng Marikina.
15ডেভ ল্লাভেনেস জুনিয়রের ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবিLarawang mula sa Facebook page ni Dave LLavanes Jr.
16মারিকিনা শহরে বন্যার ছবি। ওগুলো রাস্তার বাতি।Litrato ng baha sa Marikina, kung saan mapapansin ang mga poste ng ilaw.
17ক্রিস দি ভেলাসকো'র ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবিLarawang mula sa Facebook page ni Chris Velasco.
18ম্যানিলার পূর্বে অবস্থিত মোন্তালবান, রিজালে উপচে পড়া নদী।Ang pag-apaw ng ilog sa bayan ng Montalban, Rizal, sa may bandang silangan ng Maynila.
19মারিয়া ফেমা ডুয়েট্রেট-এর ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবিLarawang mula sa Facebook page ni Maria Fema Duterte.
20দেশের বিশ্ববিদ্যালয় অঞ্চলের কাছাকাছি মোরায়তা'র বন্যা।Baha sa Morayta, malapit sa tinaguriang university belt ng bansa.
21আইরন সুলিত-এর ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবিLitratong mula sa Facebook page ni AiRon Sulit.
22সান জুয়ান শহরের বন্যা।Ang pagbaha sa Lungsod ng San Juan.
23@মিচেলিওরোজা এর টুইটার পৃষ্ঠা থেকে নেয়া ছবিLitratong mula sa Twitter page ni @michelleorosa.
24দেশের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় অবস্থিত আয়ালা ভূ-গর্ভস্থ পারাপারে বন্যা।Ang paglubog ng Ayala Underpass sa gitna ng central business district ng bansa.
25গার্জোটা ভিমোবাইল-এর ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবিLitratong mula sa Facebook page ni Joel Garzota Vmobile.
26দক্ষিণ ম্যানিলায় অবস্থিত বাকুর, ক্যাভিটের বন্যা।Ang pag-akyat ng tubig baha sa Bacoor, Cavite, sa may bandang timog ng Maynila.
27এসাপ এক্সভি'র ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবিLarawang mula sa Facebook page ng ASAP XV.
28ম্যানিলার উত্তরে অবস্থিত বুকাউই বালাকানের বন্যা।Baha sa Bocaue, Bulacan, sa may bandang hilaga ng Maynila.
29এমন্ড আন্দ্রে'র ফেসবুক পৃষ্ঠা থেকে নেয়া ছবিLarawang mula sa Facebook page ni Almond Andres.
30সরকার মেট্রো ম্যানিলার প্লাবিত এলাকাসমূহের একটি তালিকা প্রকাশ করেছে।Nagpalabas na ang gobyerno ng listahan ng mga lugar sa Kalakahang Maynila na patuloy na binabaha.
31আরেকটি তালিকাতে এখনো ব্যাপকভাবে প্লাবিত রাস্তা-ঘাটগুলো দেখাচ্ছে।Binuo rin ang isa pang talaan kung saan nakatukoy ang mga kalsadang lubog pa rin sa baha.
32মিডিয়া গ্রুপগুলো মহানগরটির বিভিন্ন উদ্বাসন কেন্দ্র এবং ত্রাণ কার্যক্রমের একটি তালিকা সংকলিত করেছে।Nilikom naman ng mga pangkat sa media ang listahan ng mga evacuation center at mga grupong rumeresponde at nagbibigay ng agarang tulong sa buong kamaynilaan.
33পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যে টুইটার ব্যবহারকারীরা #ফিলিপাইনউদ্ধার এবং #ফিলিপাইনেরজন্যেপ্রার্থণা হ্যাশট্যাগ ব্যবহার করছে।Ang mga hashtag na #rescueph at #prayforthephilippines ang nagsilbing sandata ng mga Twitter user upang bantayan ang mga kaganapan.
34নিচে মিডিয়া প্রতিবেদকদের ঘটমান দুর্যোগটি স্মরণ করিয়ে দেয়া একটি টুইট প্রদত্ত হলো:Narito naman ang isang paalala para sa mga mamamahayag sa media na patuloy ang pagbabantay sa nagaganap na sakuna:
35@ক্যাটরে মিডিয়া বন্ধুগণ, আমরা কাজটির প্রশংসা করি।@katray: Mga kaibigan sa media, humahanga kami sa inyong pagtatrabaho.
36প্রার্থনা করি পানিতে সাংবাদিকদের কিছু হবে না।Sana nga lang hindi nababasa ng ulan ang mga journalist.
37কিন্তু তারা সেরকম নয় বলে আমি তাদের নিরাপত্তার জন্যে প্রার্থনা করি।Pero dahil nababasa kayo, pinapanalangin ko ang inyong kaligtasan.
38ভালো থাকুন।Ingat.
39কার্ল রামাতো রাস্ট্রপতির বিলম্বিত প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেছেন:Nadismaya naman si Carl Ramota dahil sa tagal ng pagresponde ng presidente:
40প্রিয় একুইনো সরকার, গত রাতে বা আজ সকালের শুরুর দিকে আপনাদের ব্রিফিং করার উচিৎ ছিল।Minanamahal na pamahalaang Aquino, dapat ginawa niyo na ang briefing kagabi o kaninang madaling araw.
41আমরা আপনাদের সম্মেলন কক্ষে বর্ষাতি বা জ্যাকেট পরে সেই সব বিষয়ে কথা বলতে দেখতে চাই না আমরা ইতোমধ্যে যা সম্পর্কে জানি অথবা বর্তমানে অভিজ্ঞতা নিচ্ছি।Hindi namin kailangan na makitang kayong may suot na kapote o dyaket sa loob ng conference room, at pinagsasabi ang mga bagay na matagal na naming alam o kasalukuyang naming nararanasan.
42উভচর জাহাজে চড়ে প্লাবিত এলাকা চাক্ষুষ পরিদর্শন করুন।Sumakay ng sasakyang amphibian at saksihan mismo ang mga lugar na binabaha.
43উদ্বাসন কেন্দ্রে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করুন।Pumunta sa mga evacuation center at mamigay ng mga relief goods.
44কিছু একটা করুন। শুধু বসে থেকে কথা বলবেন না!Huwag ‘yong nakaupo lang at puro satsat!
45অবশ্যই মাথা খাটাতে হবে। বন্যা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে নতুন মিডিয়ার ভূমিকা সম্পর্কে কার্লো ওপল বলছেন:Tinukoy naman ni Carlo Ople ang mahalagang papel ng makabagong media upang ipalaganap ang mga ulat tungkol sa pagbaha:
46বন্যা বিস্তৃতি লাভ করার সঙ্গে সঙ্গে মানুষ ছবি তুলে ফেসবুক ও টুইটার তা আপলোড করতে শুরু করেছে।Magmula nang tumaas ang mga pagbaha nagsimula nang kumuha ng mga litrato ang mga tao at inilagay ang mga ito sa Facebook at Twitter.
47ব্যাপকভাবে ছড়িয়ে না পড়া পর্যন্ত তাদের বিভিন্ন নেটওয়ার্ক এবং তাদের নেটওয়ার্কের নেটওয়ার্ক ছবিগুলো ভাগাভাগি করেছে।Agad naman itong ibinahagi ng kanilang network sa iba pang tao, hanggang sa kumalat ang mga litrato sa internet.
48ছবিগুলো দেখাচ্ছে পরিস্থিতি কতটা খারাপ ছিল।Pinapakita lamang ng mga larawan ang mga kalunos-lunos na kalagayan [sa kanilang lugar].