Sentence alignment for gv-ben-20120304-23147.xml (html) - gv-fil-20120326-327.xml (html)

#benfil
1থাইল্যান্ডঃ কিশোরীদের গর্ভধারণের জন্য ফেসবুককে অভিযুক্ত করা হচ্ছেThailand: Facebook Sinisisi sa Maagang Pagbubuntis
2বিশ্বের যে সমস্ত দেশে কিশোরীদের গর্ভধারণের হার সর্বোচচ থাইল্যান্ড তাদের মধ্যে অন্যতম।Isa ang Thailand sa mga bansang may pinakamaraming maagang nabubuntis sa buong mundo.
3হিসেব করে দেখা গেছে যে থাইল্যান্ডে বছরে গড়ে প্রায় ১২০,০০০ জন কিশোরী গর্ভবতী হয়ে পড়ে এবং যদি আমরা জাতীয় অর্থনীতি এবং সামাজিক উন্নয়ন গবেষণা সামাজিক বোর্ড (এনইএসডিবি)-এর উপসংহারের কথা বিশ্বাস করি তাহলে এখন কিশোরীদের এই অনাকাঙ্খিত গর্ভধারণের জন্য অংশত জনপ্রিয় যোগাযোগ সাইট ফেসবুক দায়ী।Bawat taon, tinatayang may 120,000 na hindi sinasadyang nabubuntis sa murang edad, at mukhang may kinalaman ang sikat na social networking site na Facebook, kung paniniwalaan ang naging resulta ng pag-aaral ng National Economic and Social Development Board (NESDB):
4এনইএসডিবি তথ্য প্রকাশ করেছে যে দেশটির ১৮ থেকে ২৪ বছরের নাগরিকরা সবচেয়ে বেশী সংখ্যায় ফেসবুক ব্যবহার করে থাকে, যা মোট ব্যবহারকারীর ৪০ শতাংশ। বোর্ড বলছে যে কিশোরীদের এই ভাবে গর্ভধারণের জন্য অংশত ফেসবুককে দায়ী করা যায় কারণ কিছু তরুণ অনলাইনে উত্তেজনাকর বার্তা বা ভিডিও ক্লিপ রাখে।Sinabi ng Lupon na ang paglobo ng social media ay isa sa mga dahilan sa suliranin ng maagang pagbubuntis dahil ilang kabataan ang naglalagay ng mapanuksong message o bidyo online.
5ছবি পাতায়া ডেইলি নিউজের সৌজন্যেLitrato mula Pattaya Daily News
6অন্যদিকে সাকসিত সিয়াসোমবাত এই ঘটনার জন্য থাইল্যান্ডে যথাযথ যৌন শিক্ষার অভাবকে দায়ী করেছে:Tinukoy naman ni Saksith Saiyasombut ang mga kakulangan sa programang araling sekswalidad ng Thailand:
7কিশোরীদের এই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের জন্য সর্ব বৃহৎ সামাজিক নেটওয়ার্ক সাইটের উত্তেজক উপাদানকে দায়ী করা হচ্ছে, যার কারণে কিশোরীরা অনিরাপদ যৌন সম্পর্ক স্থাপন করে।
8অথবা এর এক অনেক সহজ ব্যাখ্যা দেওয়া যেতে পারে, থাইল্যান্ডের যৌন শিক্ষা প্রদানের ক্ষেত্রে থাইল্যান্ড প্রচণ্ডসমস্যা বিরাজ করছে। যদি নৈতিক ক্ষোভকে এক পাশে রাখে যায়, তাহলে ক্ষমতাশালীরা হয়ত দেখতে পাবে যে, কিশোরীদের গর্ভধারণ প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে যথাযথ যৌন শিক্ষা প্রদান এবং একে এড়িয়ে যাবার বদলে যৌনতার বিষয়ে প্রকৃত বাস্তবতা গ্রহণ করা ।Kung isasantabi muna natin ang kasalukuyang isyung immoral, marahil ay makikita ng mga nakaluklok sa kapangyarihan na ang pinakamainam na solusyon upang maiwasan ang maagang pagbubuntis ay ang wastong edukasyon tungkol sa sex at harapin ang realidad ng sekswalidad kaysa sa isawalang-bahala ito.
9রেসিফেল্ডারডো মন্তব্য করেছে যে কিশোরীদের গর্ভধারণের সাথে সামাজিক প্রচার মাধ্যমের কোন সম্পর্ক নেই:Dagdag naman ni Ricefieldradio, walang kinalaman ang social media sa paglaganap ng maagang pagbubuntis:
10কিশোরীদের গর্ভধারণ অথবা যৌন মিলনের সাথে ফেসবুক এবং অন্য সব সামাজিক প্রচার মাধ্যমের আদতে কোন সম্পর্ক নেই।Walang kinalaman ang Facebook o ibang social media sa maagang pagbubuntis at pagtatalik.
11এটা আসলে হরমোনের বিষয়।Hormones yan.
12এমনকি সামাজিক প্রচার মাধ্যম ফেসবুকে নির্মাতার মায়ের জন্মেরও ঢের ঢের আগেও তরুণ তরুণীরা মিলিত হত। এছাড়াও টেস্টি থাইল্যান্ড, দেশটিতে যৌন শিক্ষার ক্লাশের পরিমাণ ক্রমশ কমে আসার বিষয়টি উল্লেখ করছে :Bago pa man ipinanganak ang mga ina ng mga taong nagtatag ng mga social network, matagal nang nakikipagtalik ang mga menor-de-edad.
13সর্বোপরি ১৮ বছর বয়স্ক একটি মেয়ে মূলত কিশোরী, কিন্তু আইনত সে সাবালিকা, আর এটাই প্রাপ্ত বয়স্ক হবার বয়স। কাজেই কিশোরীদের গর্ভধারণের জন্য ফেসবুককে দায়ী করার কোন মানে হয় না।Binanggit naman ni Tasty Thailand ang umuunting oras sa klase na ginugugol sa araling sekswalidad sa Thailand:
14Kunsabagay, hindi naman maaaring isisi ang lumulobong bilang ng maagang pagbubuntis sa Thailand sa pagbawas ng mga araling sekswalidad sa mga paraalan, o sa kakulangan ng pagtuturo ng mga magulang sa kanilang mga anak tungkol sa paggamit ng contraception, hindi ba?
15থাইল্যান্ডে কিশোরীদের গর্ভধারণের পরিমাণ কমছে না কারণ সাম্প্রতিক বছরগুলোতে দেশটির স্কুলগুলোতে ক্রমশ যৌন শিক্ষার প্রদানের হার নাটকীয় ভাবে কমিয়ে আনা হয়েছে।Kinilala ng FACT - Freedom Against Censorship Thailand ang papel na ginagampan ng mga magulang:
16থাইল্যান্ডের বাবা মা তাদের সন্তানকে, সন্তান ধারণ না করার বিষয়ে শিক্ষা দিতে পারে, তারা পারে কি?Pinadali na ngayon ng Facebook ang pagkikita-kita ng ating kabataan.
17ফ্যাক্ট বা ফ্রিডম এগেনস্ট সেন্সরশিপ থাইল্যান্ড নামক সংগঠন পিতামাতার ভূমিকার বিষয়টির উপর গুরুত্ব প্রদান করছে:Ngunit nagkukulang din naman ang mga magulang sa pagpapatnubay sa kanilang anak sa harap ng kompyuter.
18নিঃসন্দেহে ফেসবুক হয়ত কাউকে কোন সম্পর্কে জড়িয়ে পড়তে সাহায্য করে, কিন্তু যে সমস্ত বাবা মা খেয়াল করে না তার সন্তান কম্পিউটারে কি করেছে তারা আসলে উত্তম পিতা মাতা না।Marahil mas mainam na maglaro nalang ng futbol ang mga kabataan ngayon...maraming futbol! Heto ang ilang reaksyon sa Twitter.
19হয়ত ছেলের বন্ধুদের সাথে ফুটবল খেলা প্রয়োজন…অনেক বেশী বেশী ফুটবল খেলার দরকার।Mula kay @thaimythbuster: #THailand Bahagi ang #Facebook sa mga sinisisi sa maagang pagbubuntis.
20@থাইমিথবাস্টারের কাছ থেকে কিছু টুইটার প্রতিক্রিয়া এখানে তুলে ধরা হল :Sino kaya ang dapat sisihin nung sampung taong ang nakakaraan.. Prem?
21#থাইল্যান্ড # ফেসবুক এটা করেছে এবং অনিরাপদ যৌন সম্পর্কের কারণে থাই কিশোরীদের গর্ভধারণের ক্ষেত্রে ফেসবুককে দায়ী করা হচ্ছে … বিস্মিত এই কারণে যে, দশ বছর আগে একই ঘটনার জন্য কাকে দায়ী করা হত…প্রেম?Matagal nating inakala na ang maagang pagbubuntis ay dahil sa hindi paggamit ng proteksyon. Yun pala, Facebook ang dahilan!
22@কোকোনাটসব্যাংকক, ভাবনাটা ছিল যে, আমরা সব সময় ভেবে এসেছি অনিরাপদ যৌন সম্পর্কের কারণে কিশোরীরা গর্ভবতী হয়ে পড়ে, দৃশ্যত ফেসবুক আসলে এই ঘটনা ঘটায়!Hindi ito ang unang pagkakataon na sinisi ang Facebook sa pagdami ng bilang ng maagang nabubuntis.
23এমন নয় যে এবারই প্রথম কিশোরীদের গর্ভধারণের জন্য কেউ ফেসবুককে অভিযুক্ত করল, গত বছর ইন্দোনেশিয়ার মধ্য জাভার এক ধর্মীয় নেতা, দেশটির অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে বিবাহ করা এবং কিশোরীদের মধ্যে অনাকাঙ্খিত গর্ভধারণের হার বেড়ে যাবার কারণে সর্ববৃহৎ এই সামাজিক মাধ্যমকে দায়ী করেন।Noong isang taon, sinisi ng pinuno ng isang relihiyosong pangkat sa Central Java, Indonesia ang social network sa dumaraming pagpapakasal sa murang edad at hindi-sinadsadyang pagbubuntis sa bansa.