Sentence alignment for gv-ben-20120501-25563.xml (html) - gv-fil-20120425-605.xml (html)

#benfil
1বাহরাইন: ফর্মুলাওয়ান গ্রাঁপি রেসকে ঘিরে কাঁদানে গ্যাস-সহিংসতাBahrain: Karerang F1 Grand Prix Nabalot ng Karahasan, Tear Gas
2গত ২২শে এপ্রিল বাহরাইন ফর্মুলাওয়ান গ্রাঁ পি আয়োজন করে কিন্তু চলাকালীন সময়ে সেটা প্রচণ্ড বিক্ষোভের সম্মুখীন হয়।Pinaghandaan ng bansang Bahrain ang Formula One Grand Prix [en] na ginanap noong ika-22 ng Abril, subalit hindi naiwasan ang mga malalaking kilos protesta [en] ilang araw bago ang naturang petsa.
3বিক্ষোভকারীরা বাহরাই্নের মানবাধিকার পরিস্থিতির [পিডিএফ] এবং ৮ই ফেব্রুয়ারি, ২০১২ তারিখ থেকে অনশন-ধর্মঘটরত কারারুদ্ধ এক্টিভিস্ট আব্দুলহাদি আলখাওয়াজার অবনতিশীল স্বাস্থ্যের প্রতি আন্তর্জাতিক মনযোগ আকর্ষনের চেষ্টা করছে।Itinuon ng mga demonstrador ang atensyon ng buong mundo [en] sa kalagayan ng karapatang pantao sa Bahrain [en][pdf], at sa lumalalang lagay ng kalusugan ng bilanggong aktibista na si Abdulhadi Alkhawaja [en] na nagha-hunger strike magmula noong ika-8 ng Pebrero, 2012.
4দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে গ্রাঁ পি ২০১১ সালে বাতিল হয়েছিল।Matatandaang kinansela ang Grand Prix noong taong 2011 [en] dahil sa kaguluhang pulitikal sa nasabing bansa.
5চলমান অস্থিরতা সত্ত্বেও এই বছর এটা বাতিল না করার সিদ্ধান্ত হয়।Napagpasiyahan na hindi ikakansela ang karera ngayong taon, sa gitna ng patuloy na kaguluhan.
6সম্প্রতি সরকার বিক্ষোভগুলোর মাত্রা সীমাবদ্ধ রাখার যথাসাধ্য চেষ্টা করেছে এবং অনেক বিদেশী সাংবাদিকের প্রবেশাধিকার অস্বীকার করেছে।Sa mga nakalipas na araw pina-igting ng gobyerno ang pagbabantay sa mga nagpoprotesta, at hindi na rin pinayagang makapasok ng bansa [en] ang maraming dayuhang mamamahayag.
7সংঘর্ষে পুলিশ বিক্ষোভকারীদের প্রতি কাঁদানে গ্যাস এবং অচেতনকারী গ্রেনেড ছুড়লে সালাহ আব্বাস হাবীব নামে একজন বিক্ষোভকারীকে মৃত পাওয়া গিয়েছে।Sa mga naganap na sagupaan, naglabas ng mga stun grenade at tear gas ang kapulisan, at natagpuang patay [en] ang isang demonstrador na si Salah Abbas Habib.
8আল ওয়াকফ সোসাইটি থেকে পাওয়া নিচের ভিডিওটিতে বিরোধীদের ২০শে এপ্রিল তারিখের একটি বিশাল মিছিল দেখানো হচ্ছে:Isang malaking martsa bilang pag-aaklas ang naganap noong Abril 20, na mapapanood sa susunod na bidyo [en] mula sa Samahang Al Wefaq [en]:
9সারাদেশে পুলিশের বিশাল উপস্থিতির কারণে উত্তেজনা তুঙ্গে।Nabalot ang lugar ng tensyon [en], at kapansin-pansin ang pagbabantay ng kapulisan sa buong bansa.
10ফর্মুলা ওয়ান সাংবাদিক আয়ান পার্কস ২২শে এপ্রিল সকালে লিখেছেন:Ayon pa sa mamahayag ng Formula One na si Ian Parkes noong umaga ng Abril 22:
11@আয়ানপার্কসএফ১: ‘ট্র্যাকের দিকে পুলিশের গাড়ি গণনা' খেলার চূড়ান্ত দিনে আজকের সর্বমোট হল ৮৬!@ianparkesf1: Sa huling araw ng larong ‘bilangin ang kotse ng pulis' na nakaantabay sa karera, ang kabuuang bilang ngayong araw ay 86!
12২১শে এপ্রিল এক্টিভিস্ট নাবিল রজব বাহরাইনের অংশবিশেষের পরিস্থিতি বর্ণনা করেন:Noong Abril 21, inilarawan ng aktibistang si Nabeel Rajab [en] ang kalagayan sa ibang bahagi ng Bahrain:
13@নাবিলরজব: আমার ঘর থেকে আমি অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার, পুলিশের গাড়ি এবং গোলাগুলি শুনেছি, কিন্তু #এফ১ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে যে সব ঠিক আছে #বাহরাইন #জিপি লন্ডন@NABEELRAJAB: Mula sa loob ng bahay naririnig ko ang ambulansiya, helikopter, kotse ng pulis, at barilan pero ok naman daw ang lahat ayon sa pangasiwaan ng #F1 #Bahrain #GP London
14ডাঃ ফাতিমা হাজি (বিক্ষোভকারীদের চিকিৎসা করার জন্যে গতবছর বিচারের মুখোমুখি হওয়া একজন ডাক্তার) ২১শে এপ্রিল টুইট করেছেন: @ড.Nag-tweet naman noong Abril 21 si Dr Fatima Haji (isa sa mga doktor na kinasuhan [en] dahil sa paggamot sa mga nagpoprotesta noong isang taon):
15ফাতিমাহজ: দুরাজে নিরাপত্তা বাহিনীর কাঁদানে গ্যাস নিক্ষেপের কারণে, বাণী জামরাতে আমাদের ফ্লাটে আমার ৩বছর বয়সী ছেলে, আমার স্বামী এবং আমার শ্বাসরুদ্ধ হয়ে আসছে!!@drFatimaHj: Hindi kami makahinga ng asawa at anak kong 3 taong gulang dito sa loob ng bahay namin sa Bani Jamra habang pinapausukan ng tear gas ang Duraz!!
16#এফ১ #বাহরাইন#F1 #Bahrain
17কামার৭০'র পাঠানো নিচের ভিডিওটিতে ১৯শে এপ্রিল সারের রাস্তায় দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে দেখা যাচ্ছে:Mapapanood naman sa susunod na bidyo [en] mula kay Qamar70 [en] ang pagtatapon ng tear gas ng mga riot police sa mga lansangan ng Saar noong Abril 19:
18বাহরাইনের ধর্ম ও রাজনীতি ব্লগে জাস্টিন গেংলার ভাবছেন রেস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ব্যুমেরাং হয়েছে কিনা:Kinuwestiyon naman ni Justin Gengler sa blog na ‘Religion and Politics in Bahrain' [Relihiyon at Pulitika sa Bahrain] kung tama ba ang naging desisyon [en] na ituloy pa rin ang karera:
19গুগুল সংবাদে “বাহরাইন ফর্মুলা ওয়ান” সম্পর্কে খোঁজ করলে আপনি নেতিবাচক (রাজনৈতিক) এবং ইতিবাচক (রেসসংক্রান্ত) সংবাদ প্রবন্ধ সংখ্যা প্রায় ৪,০৮২ এবং ২৩২ অর্থাৎ অনুপাত প্রায় ১৭. ৫:১ পাবেন।Kung susuyurin mo ang mga balita sa Google News tungkol sa “Bahrain Formula One,” may 4,082 negatibong balita (hinggil sa pulitika) kumpara sa 232 positibong balita (hinggil sa karera) o halos 17.5 : 1. Sa ganitong sitwasyon, marahil nirerepaso na ng mga lider ng Bahrain ang kanilang cost-benefit analysis.
20এধরনের কাভারেজ পাওয়ার পর বাহরাইনের নেতৃবৃন্দ হয়তো তাদের খরচ-সুবিধা বিশ্লেষণের পুনর্বিবেচনা করবেন। অন্য একটি পোস্টে কার্লোস লাতুফের এটিসহ জাস্টিন গেংলার ফর্মুলা ওয়ান রেসের রাউণ্ডআপ ছবিগুলো রয়েছে:Sa kanyang kasunod na post, inihilera naman ni Justin Gengler ang ilang larawan [en] tungkol sa Karera ng Formula One, kabilang na ang larawang ito na gawa ni Carlos Latuff:
21বাহরাই্নের এফ১ বয়কট করুন।I-boycott ang F1 sa Bahrain.
22কার্লোস লাতুফের তোলা ছবি।Larawan mula kay Carlos Latuff.
23ব্লগার এমিলি এল.Hinamon naman ng blogger na si Emily L.
24হসার রেসটি চালানো দেশের জন্যে ইতিবাচক ধারণাটিকে প্রশ্ন করেন:Hauser ang ideyang magiging positibo para sa nasabing bansa [en] ang idinaos ng karera:
25তার দেশে এক বছর ধরে গণঅভ্যুত্থানে জনগণ নিহত, গ্যাস আক্রান্ত, আটক এবং নিপীড়িত হওয়া সত্ত্বেও রোববার ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি অনুষ্ঠানের বাস্তবতা নিয়ে আলোচনা করতে গিয়ে ক্ষমতাসীন যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা বিবিসিকে বলেন যে “রেসটি বাতিল করার মানে হলো চরমপন্থীদের ক্ষমতাশালী করা” অন্যদিকে রেসটি চালালে তা “ভালোর পক্ষের একটি শক্তি” হিসেবে কাজ করবে।
26ভালোর পক্ষের একটি শক্তি।Mabuting halimbawa.
27ভালোর পক্ষের একটি শক্তি?Mabuting halimbawa?
28আপনি কি জানেন যে ভালোর পক্ষের একটি শক্তি কী?Alam mo ba kung ano ang mabuting halimbawa?
29গণতন্ত্র।Demokrasya.
30মানবাধিকার।Karapatang pantao.
31স্বাধীনতা ও ন্যায়বিচার।Kalayaan at hustisya.
32এধরনের কিছু।Gano'n.
33এফ১ রেসের আগে কাদাম গ্রামের চারপাশে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে।Pinalibutan ng barbed wire ang bayan ng Qadam bago simulan ang karera ng F1.
34টুইটার ব্যবহারকারী @সাজ্জাদ_আলাউয়ির পাঠানো ছবি।Litrato ni @Sajjad_Alalwi mula sa Twitter.
35মোহাম্মদ আশুর রেসের দিনটি কী বয়ে আনবে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন:Ipinagtaka naman ni Mohammed Ashoor kung ano ang kahihinatnan ng mismong araw ng karera:
36@মোহদআশুর: #এফ১ দলগুলো তাদের ইঞ্জিন চালু করতে আরম্ভ করলে টায়ার পোড়া ধোঁয়া দিয়ে #বাহরাইনের দিগন্ত ভরে উঠেছে।@mohdashoor: Nilamon ng usok ang hangin sa #Bahrain mula sa nasusunog na gulong, habang inihahanda ng mga koponan sa #F1 ang kanilang mga makina.
37একটি মজার দিন হবে।Kapana-panabik ang araw na ito.
38সাংবাদিক হ্যাভিয়ে এস্পিনোজা লিখেছেন:Ulat naman ng mamamahayag na si Javier Espinosa:
39@হ্যাভিয়েএস্পিনোজা২: #এফ১ শুরুর আগে #বাহরাইনের মালকিয়া, কারজাকান, সাদাদ এবং দামিস্তানের মতো গ্রামে নতুন করে সংঘর্ষ হয়েছে।@javierespinosa2: Panibagong salpukan sa ilang bayan gaya ng Malkiya, Karzakan, Sadad at Damistan sa #Bahrain bago simulan ang #F1
40টাইমসের মোটর রেস সংবাদদাতা কেভিন ইসন লিখেছেন:Dagdag naman ng correspondent tungkol sa mga karerang de-motor para sa The Times, na si Kevin Eason:
41@ইসনএফ১: সুপ্রভাত বাহরাইন ও যুক্তরাজ্য এবং অন্য সবাই।@easonF1: Magandang umaga Bahrain at sa UK at iba pa.
42এফ১ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত রেসের দিকে যাচ্ছে #বাহরাইন জিপি সার্কিটPapunta sa karera ng GP sa #bahrain upang saksihan ang isa sa mga pinakakontrobersyal na karera sa kasaysayan ng F1
43রেসটি সম্পর্কে রিপোর্টারস উইদাউট বর্ডারস (আরএসএফ) নিচের ভিডিওটি তৈরী করেছে:Binuo naman ng Reporters Without Borders (RSF) [en] ang susunod na bidyo [en] tungkol sa karera: