# | ben | fil |
---|
1 | কাতার: শপিং মল এ প্রাণঘাতী অগ্নিকাণ্ড | Qatar: Shopping Mall Nasunog, Kumitil ng Buhay |
2 | ২৮ মে তারিখে দোহা'র ভিলাজিও মল এ একটি ছড়িয়ে পড়া অগ্নিকান্ডে উনিশ জন মারা যান যাদের মধ্যে তের জন শিশু। | [Lahat ng link sa akdang ito ay magdadala sa iyo sa mga pahinang nasa wikang Ingles.] |
3 | এ ছাড়াও সতের জন আহত হন। শিশুরা মলটির একটি নার্সারীতে আটকা পড়ে এবং চারজন শিক্ষকসহ তারা ধোঁয়াতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। | Noong Mayo 28, 2012, nilamon ng nangangalit na apoy ang Villaggio Mall sa Doha, Qatar, na ikinasawi ng 19 katao, kabilang na ang 13 batang paslit. |
4 | দু'জন অগ্নিনির্বাপণকর্মী তাদের উদ্ধার করতে গিয়ে মারা যান। | May 17 katao naman ang nasugatan. Dalawa sa mga bombero ang nasawi dahil sa pagnanais na iligtas ang mga nakulong sa loob ng mall. |
5 | নিহতদের মধ্যে ফ্রান্স, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সাউথ আফ্রিকা এবং স্পেন সহ বিভিন্ন দেশের লোক রয়েছে। | Nanggaling pa sa ibang bansa gaya ng Pransiya, New Zealand, Pilipinas, Timog Aprika at Espanya ang mga namatay sa insidente. |
6 | কি ঘটেছিল? | Ano ang nangyari? |
7 | কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন : | Ayon sa ulat ng Kagawaran ng Interyor ng Qatar: |
8 | @এম ও আই_ কাতার এন: মন্ত্রী বলেন, উদ্ধারকারী পুলিশ খবর পাওয়ার এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় এবং সিভিল ডিফেন্স টীম দুই মিনিট পর পৌঁছায়। | @MOI_QatarEn: Ayon sa Ministro dumating ang Rescue Police isang minuto matapos matanggap ang impormasyon at ang pangkat ng Civil Defence matapos ang dalawang minuto. |
9 | @এম ও আই_ কাতার এন: কিন্তু ভিলাজিও এর ফ্লোর গুলো পরিকল্পিত না হওয়ায় ঘন ধোঁয়া ও তাপ এবং পানির স্প্রিংকলার সিস্টেম ঠিকমত কাজ না করায় উদ্ধার কাজ বাঁধাপ্রাপ্ত হয়। | @MOI_QatarEn: Subalit dahil sa kakulangan ng mapa ng pasilidad, makakapal na usok at apoy at mga sprinkler na hindi gumagana, matagal bago nasimulan ang pagsagip sa mga tao sa Villaggio. |
10 | @এম ও আই_ কাতার এন: শিশুরা যে ভেতরে আটকা পড়েছে এটা অনেক পরে জানানো হয় এবং শেষ পর্যন্ত অগ্নিনির্বাপণকর্মীরা সিলিং দিয়ে সেখানে যেতে চেয়েছিল। | @MOI_QatarEn: Matagal bago napag-alamang may mga batang nasa loob pa rin ng gusali at pinasok naman ito ng mga bombero mula sa bubungan. |
11 | ভিলাজিও মল থেকে আগুন আসছে এরকম একটি ছবি পোস্ট করেন @লিভিং দোহা | Usok na nanggagaling sa Villaggio Mall. Litrato mula sa @LivinginDoha. |
12 | দোহা অধিবাসী ক্রিস্টি রাইস তার ব্লগে বিস্তারিত বর্ণনা করেন: | Idinetalye naman sa kanyang blog ng taga-Doha na si Kirsty Rice ang mga kaganapan: |
13 | আজকের দিনটি দোহা'র একটি কালো দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। | Ang araw na ito na siguro ang pinakamadilim [sa kasaysayan] ng Doha. |
14 | তাদের জন্য যারা বন্ধু ও পরিবারের কাছে বলত যে শিশু লালন পালনের জন্য দোহা নিরাপদ স্থান, সম্ভবত আজকের দিনটি এই নির্ভরযোগ্যতা হারানোর জন্য স্মরণীয় হয়ে থাকবে। | Para sa mga nagsasabi sa kanilang mga kaibigan at kamag-anak na ligtas na lugar ang Doha para magpalaki ng mga anak, ang araw na ito siguro ang magpapaalala sa atin na hindi ito totoo. |
15 | আমরাও এই সম্প্রদায়েরই যেমন আমার বন্ধু ইরিকা বলছিল আমরা আজ “বিষাদে অসাড়”। | Bilang isang pamayanan, nararamdaman nating lahat, ayon na rin sa kaibigan kong si Erika kinagabihan, ang pakiramdam ng “pagkaubos matapos magdalamhati”. |
16 | […] তের শিশু নার্সারীতে আটকা পড়েছিল, আগুনের তাপে তাদের বের হওয়ার সিঁড়ি ধ্বসে পড়ে। | […] Labintatlong paslit ang hindi makalabas ng nursery, dahil pinaniniwalaang natupok ng apoy ang labasan, isang hagdan. |
17 | ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত তা এখন নিশ্চিত হওয়া গেছে। | Hindi pa nakukumpirma kung saan nagsimula ang apoy. |
18 | নার্সারীটি ছিল মলের ভিতরে, এমন একটা করিডোর দিয়ে সেখানে যেতে হয় যেন একটা খরগোশের গর্ত। | Nasa pinakaloob ng mall ang nursery, at pasikot-sikot ang mga pasilyo para lang makarating doon. |
19 | আমার যেটা মনে হয়, অগ্নিনির্বাপণকর্মীরা যখন সেখানে পৌঁছায় তারা ধারণা করে এটা প্রবেশযোগ্য নয় এবং প্রবেশ বিপদজনক। | Sa pagkakaintindi ko, noong hindi makapasok ang mga bombero sa mga pasilyo dahil lubhang mapanganib, napagdesisyunan na pasukin ang looban ng mall mula sa bubungan. |
20 | তারা অন্য উপায়ে সিলিং দিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। | Ngunit noong nagawa na ang butas, hindi na umabot, wala na sila. |
21 | যখন গর্ত কাটা হয় তখন অনেক দেরি হয়ে গেছে, তারা আর নেই। | Labintatlo musmos, apat na guro at dalawang bombero. |
22 | তেরটি সুন্দর শিশু, চারজন শিক্ষক এবং দু'জন অগ্নিনির্বাপণকর্মী, শ্বাসরুদ্ধকর ধোঁয়া বিল্ডিং এর মধ্যে তাদের ছোট শরীরকে আত্মাশুণ্য করে দেয়। | Matapos malanghap ang mga nakamamatay na usok, mga bangkay na lamang silang inilabas ng gusali. |
23 | এই ভিডিও তে সাংবাদিকতার ছাত্র উসামা অ্যালোনি(উসামাহ২২৯০) প্রত্যক্ষদর্শীদের সাক্ষাতকার গ্রহণ করেন এবং উদ্ধার তৎপরতা চিত্রায়ন করেন (হৃদয়বিদারক চিত্র): | Mula naman sa kuhang bidyo ng mag-aaral ng journalism na si Usama Alony (usamaah2290), mapapanood ang kanyang panayam sa mga saksi at ang pagsagip sa mga lumilikas na mamimili (may ilang eksena sa bidyo na maseselan): |
24 | নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে? | Nasaan ang planong pangkaligtasan ng gusali? |
25 | প্রত্যক্ষদর্শীরা জানান ভিলাজিও মলে কোন ফায়ার অ্যালার্ম কিংবা স্প্রিংকলার ছিল না। | Iniulat ng mga saksi na walang gumaganang alarm o sprinkler sa Villaggio Mall. |
26 | ন্যানো তার বিস্ময় প্রকাশ করেন এভাবে: | Ikinagulat naman ito ng ilang mamamayan, gaya ni Nano: |
27 | @ফারমরেনো : এটা সত্যিই অবিশ্বাস্য ভিলাজিও'র মত লাক্সারী শপ কল্পনাই করা যেত না, কিন্তু এখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করে নি #ভিলাজিও #কাতার | @fermoreno: Hindi kapani-paniwala na nasa villaggio ang mga pinakamararangyang tindahan, ngunit hindi naman gumagana ang sistemang pangkaligtasan mula sa sunog #villaggio #Qatar |
28 | রায়েদ আল এমাদি রাগান্বিত হয়ে টুইট করেন: | Galit naman nag-tweet si Raed Al Emadi: |
29 | @রা_এদ : আমি একজন কাতারী এবং স্বার্থপর ব্যবসায়ী যে ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। #কাতার #ভিলাজিও | @Ra_ed: Ako ay isang Qatari, at hindi ko ipinagmamalaki ang makasariling negosyo na hindi iniisip ang kapakanan ng mga mamimili #Qatar #villaggio |
30 | ভ্যানিশ ফরএভার এর করা নিচের ভিডিওতে তিনি একজন রেষ্টুরেন্ট কর্মীর সাক্ষাৎকার নেন, যেখানে সে বলে যে সে চার বছর ধরে ভিলাজিও তে কাজ করছে কিন্তু কখনোই কোন ফায়ার ড্রিল বা প্রশিক্ষণের আহবান পায়নি। | Ayon naman sa isang interbyu ng TheVanishforever sa isang empleyado ng restawran, sa apat na taon ng kanyang pagtatrabaho sa Villaggio, wala siyang naaalalang fire drill o pagsasanay na ginawa ang namamahala doon: |
31 | http://www.youtube.com/watch? | http://www.youtube.com/watch? |
32 | v=8kRQ2bLtsTg | v=8kRQ2bLtsTg |
33 | স্থানীয় মিডিয়া কোথায় ছিল? | Nasaan ang lokal na media? |
34 | দোহার অধিবাসীরা স্থানীয় মিডিয়ার উপর ক্রোধান্বিত। কারন তারা অগ্নিকাণ্ডের ঘটনাকে গুরুত্ব দেয়নি এবং আপডেট পরিবেশন করেনি। | Lalong nainis ang mga taga-Doha sa lokal na media dahil tila winawalang-bahala ang nagaganap na sunog, at walang balita ang nakakarating sa mga taga-roon. |
35 | সাউথ আফ্রিকান বিলাল রেন্ডারি কভারেজ করতে ব্যর্থ হওয়ায় স্থানীয় রেডিওর সমালোচনা করে বলেন: | Pinuna ng South African na si Bilal Randeree ang kawalan ng balita sa mga lokal na himpilan ng radyo: |
36 | @হালাল কমেডি: ভিলাজিও অগ্নিকান্ডের সময় জ্যামে আটকে পড়ায় কিউবিএস রেডিও স্বামী স্ত্রীকে চুম্বন করছে এইসব শুনতে বাধ্য করে। | @halalcomedy: Nasa gitna ng trapik dahil sa sunog sa #villaggio at napipilitang nakikinig sa #QBSradio tungkol sa mga nangangaliwang lalaki na hinahalikan ang kalaguyo! |
37 | #অকুপাইকিউবিএস | #occupyqbs |
38 | লিবিয়া থেকে হামিদ আল জাজিরার কাতার নেটওয়ার্ক সম্বন্ধে জিজ্ঞেস করেন: | Mula sa bansang Libya, ipinagtaka ni Hamid ang kakayahan ng Al Jazeera na nakabase sa Qatar: |
39 | @২০১১ফেব১৭: ও প্রিয়, সারা বিশ্বে হাজারো রিপোর্টার আছেন আল জাজিরার তাদের একজনকে দোহায় নিয়োগ করতে ভুলে গেছেন? | @2011feb17: Naku, libu-libong reporter ng Aljazeera sa buong mundo at nakalimutan nilang magtalaga sa Doha ng kahit isa man lang? |
40 | #ভিলাজিও অগ্নিকাণ্ডের খবর নিষ্প্রদীপ! | Kawalang-balita tungkol sa #VillaggioFire! |
41 | আল জাজিরা ইংরেজি অনলাইনের প্রযোজক বেন পিভেব অন্যদের মত ব্লগ, দোহা নিউজ কে কভারেজের জন্য ধন্যবাদ দেন । | Sa kabilang banda, binigyang pagkilala ng online producer ng Al Jazeera English na si Ben Piven ang blog na Doha News dahil sa pag-aantabay sa buong kaganapan: |
42 | @বেনপিভেন: #ভিলাজিও অগ্নিকাণ্ডের তথ্যের একমাত্র বিশ্বস্ত সূত্র @ দোহানিউজ। | @benpiven: @dohanews tanging sanggunian ng impormasyon sa #VillaggioFire. |
43 | বৃহৎ মলের অগ্নিকাণ্ডে জনগনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবর কভারেজ দিতে স্থানীয় মিডিয়া ব্যর্থ হয়েছে। | Malaking kawalan ng pagbabalita ng lokal na media matapos ang kapalpakan ng pampublikong kaligtasan na nagdulot ng malawakang sunog sa mall. |
44 | কাতারের সংবাদপত্র পেনিনসুলা অগ্নিকান্ডের খবর মিডিয়া রিপোর্ট করতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করে “New media trumps the traditional” শীর্ষক একটি নিবন্ধ প্রকাশ করেন। | Pinuri naman ng peryodikong Qatari na The Peninsula ang papel na ginampanan ng citizen media sa pagbabalita hinggil sa sunog, sa kanilang artikulong “Makabagong media, dinaig ang tradisyonal”. |
45 | #দোহার একক কম্যুনিটি হিসেবে শোক প্রকাশ | Pagluluksa sa mga namatay bilang #OneCommunityDoha [Doha iisang pamayanan] |
46 | কাতারে বসবাসকারী বিদেশী নাগরিক যারা ভিলাজিও অগ্নিকাণ্ডে নিহত তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এস্পায়ার পার্কে গণ জমায়েতের উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করা হয়। | Isa sa mga plano ng mga taga-Doha ang pagdaos ng pagtitipon sa Liwasang Aspire noong ika-29 ng Mayo upang makiramay sa mga pamilyang nawalan ng mahal sa buhay dahil sa sunog sa Villaggio. |
47 | কাতারীরা দ্রুত সে বিষয়ে তাঁদের সমর্থন জানান। টুইটার ব্যবহারকারী কাতারিয়া ৭৮ টুইট করেন: | Bagaman halos lahat ng mga nasawi ay mga dayuhan na nanggaling sa ibang bansa, agad din naman nagpaabot ng pakikiramay at suporta ang mga taga-Qatar. |
48 | @কাতারিয়া ৭৮ : শুভ সকাল, একটি দিন চলে গেছে কিন্তু তোমরা সব সময় আমাদের মনে ছিলে, তোমাদের চলে যাওয়ার ব্যাথা মা'রা অনুভব করছেন। | Halimbawa, sa tweet ni Qataria78: @Qataria78: Magandang umaga, isang araw ang lumipas subalit hindi kayo mawawala sa aming isipan, Sa mga ina nararamdaman namin ang sakit na inyong dinaranas :( |
49 | #ভিলাজিও #ভিলাজিও অগ্নিকাণ্ড | Tanong naman ni Abdulla Ali Almannai: |
50 | আবদুল্লাহ আলী আলমান্নাই জিজ্ঞেস করেন: @আব্দুল্লাহ আল্মান্নাই: যদি আপনি জানেন কিভাবে স্বজনহারা পরিবারের কাছে পৌঁছাতে হয় তাহলে দয়া করে বলবেন কাতারের জনগণ তাদের কাছে যেতে চায়। | @abdullaalmannai: Kung may impormasyon kayo kung paano makakatulong sa mga pamilyang nawalan ng mga mahal sa buhay, maaari sanang ibahagi ninyo sa amin//nais pumunta ng mga taga-Qatari sa kanila |
51 | এফ কুয়ারী টুইট করেন: | Tweet naman ni Fatima Al Kuwari: |
52 | @এফকুয়ারি: এই ভূ-খন্ডের প্রত্যেক আত্মাই আমাদের একজন। কাতারী কিংবা কাতারী নন আমরা প্রত্যেকেই একই সমাজের। | @fkuwari: Lahat ng tao sa bayang ito ay kasapi natin, Qatari man o hindi, tayo ay iisang lipunan. |
53 | আরআইপি # ভিলাজিও অগ্নিকাণ্ডের বলি | RIP mga biktima |