# | ben | fil |
---|
1 | চীন: আল জাজিরার বেইজিং সংবাদদাতাকে বহিষ্কার | Tsina: Mamamahayag ng Al Jazeera Sa Beijing, Pinalayas |
2 | ৮ই মে,২০১২ তারিখে আল জাজিরা ইংরেজির বেইজিং সংবাদদাতা মেলিসসা চ্যাং এর লিখিত প্রেস বিবৃতিটি চীনা সরকার বাতিল করে দেয়। | Binawi ng pamahalaang Tsina mula kay Melissa Chan noong ika-8 ng Mayo, 2012 ang permisong makapagtrabaho bilang mamamahayag ng Al Jazeera Beijing para sa wikang Ingles. |
3 | ফলে বেইজিং -এ আল জাজিরা ইংরেজির অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। | Dahil dito, napilitang mag-alsabalutan ang buong tanggapan ng Al Jazeera English sa Beijing. |
4 | এই ঘটনাটি চীনে সংবাদপত্রের স্বাধীনতার অবনতি বলে চিহ্নিত হয়েছে, আর এর আগে কোন একজন বিদেশি সংবাদদাতার বহিষ্কারের ঘটনাটি একদশক আগে, ১৯৯৮ সালে ঘটেছিল। | Tinuturing na malaking hakbang paatras ang naturang ulat [en] para sa ikakalaya ng larangan ng pagbabalita sa bansang Tsina magmula noong 1998 [en], kung kailan huling pinaalis ang isang dayuhang mamamahayag. |
5 | পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই এই বহিষ্কার সম্পর্কে খুব সামান্যই ব্যাখ্যা প্রদান করেছেন, কিন্তু অনলাইনে ধারণা করা হচ্ছে যে আল জাজিরার ২০১১ সালে তৈরি করা তথ্যচিত্র “দাসত্বঃ ২১শতকের একটি পাপ”, “চীনের শ্রম পুনঃ-প্রশিক্ষণ ব্যবস্থা খুবই সংকটপূর্ণ”, অথবা তথাকথিত “রাষ্ট্র পরিচালিত দাসত্ব”, এবং এই তথ্যচিত্রে চীনের শ্রমের মূল্যহ্রাস করা কারাগার-এর দৃশ্য গোপনে ধারণ কারণে এই ঘটনা ঘটেছে। | Hindi naging malinaw ang mga dahilan na binanggit [en] ng Tagapagsalita ng Kagawaran ng Ugnayang Panlabas na si Hong Lei, subalit isa sa mga maugong na pinag-uusapan sa internet ay ang dokyumentaryo ng Al Jazeera noong 2011 na “Slavery: An 21st Century Evil”, [Pang-aalipin: Kalapastanganan ng Ika-21 Siglo], na binatikos ang sistemang koreksyonal sa pamamagitan ng pagtatrabaho o ang labor reeducation, o ang tinuturing na “state sponsored slavery” [en], at kung saan palihim na kinunan ang kalagayan ng mga bilanggo sa loob ng mga selda sa Tsina. |
6 | যদিও মেলিসা চান এই তথ্যচিত্র নির্মাণের সাথে জড়িত ছিলেন না। | Napag-alaman naman na hindi nakibahagi si Melissa Chan sa paggawa ng nasabing palabas. |
7 | মেলিসা চান, ঝেজিয়াং প্রদেশে অবৈধভাবে ভূমি অধিগ্রহণের উপর একটি সংবাদ প্রদান করছেন। | Ulat ni Melissa Chan tungkol sa iligal na pagkamkam ng lupa sa lalawigan ng Zhejiang. |
8 | এফএমএন-এর মাধ্যমে | Mula sa FMN |
9 | আইজ্যাক স্টোন ফিস, যিনি চীনের বিদেশি সংবাদদাতাদের ক্লাব এর বোর্ডে চানের-এর সাথে কাজ করেছেন, তিনি বিশ্বাস করেন যে, চীনা ঐতিহ্যের কারণে চীনা সরকার চ্যাং কে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে: | Naniniwala naman si Isaac Stone Fish, na nakasama ni Chan sa lupon ng Foreign Correspondent's Club sa Tsina, na inasinta si Chan ng gobyerno ng Tsina dahil sa dugong Intsik nito [en]: |
10 | কিন্তু বিগত দশকের ধরে বিদেশী সাংবাদিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করা এই সমস্যা মূলক পরিবেশের মাঝেও চান খাপ খেপে গিয়েছিলঃ তাদের মাঝেও, যাদের প্রতি চীনা সরকার কম নিরাপত্তামূলক দৃষ্টিভঙ্গি প্রদান করে তাদের জাতিগত এবং জাতীয়তার কারণে; যাদের ইতিহাস প্রায়শই চীনের সাথে যুক্ত। | Nakakabahalang pasok si Chan sa mga sinasabing pamantayan ng Beijing sa nagdaang dekada sa pagpapaalis ng isang dayuhan: iyon ang mga taong walang sapat na proteksyon, ayon sa tingin ng gobyerno ng Tsina, dahil sa kanilang lahi at nasyonalidad; karamihan sa mga ito ay may lahing Intsik. |
11 | দৃশ্যত মনে হচ্ছে যে চীনা সরকারের কেউ একজন সাংবাদিকদের সতর্কবাণী দিতে চেয়েছিলেন কোন আন্তর্জাতিক ঘটনার অবতারণা ছাড়াই; চান একজন চীনা-আমেরিকান যিনি একটি কাতার ভিত্তিক টেলিভিশন স্টেশন এর জন্যে কাজ করছে, সে চীন সরকারে জন্য একটি যথাযথ লক্ষ্যবস্তু। | Marahil babala ito ng pamahalaan sa lahat ng mga mamamahayag na nandoon sa paraang hindi ganoong papansinin ng ibang bansa; akmang target si Chan, isang Tsinong-Amerikano na nagtatrabaho para sa isang himpilang pangtelebisyon na Qatari. |
12 | সরকারে চিন্তা থেকে মনে হচ্ছিল যে বিদেশি সরকারগুলো সেই সমস্ত প্রতি নাগরিকের দুর্ব্যবহারের জন্যে আরও উচ্চস্বরে প্রতিবাদ করবে, যার জন্ম এবং বেড়ে উঠা উভয়ই নিজের দেশে এবং কোন দেশী কোম্পানির জন্যে কাজ করে। | Marahil sa pananaw ng gobyerno, higit na aalma ang mga taga-ibang bansa kung nangyari ito sa kanilang mamamayan na lumaki sa kanilang bansa at nagtatrabaho sa isang lokal na kompanya. |
13 | ভিক্টর ইয়াং আরও উল্লেখ করেন যে চান যখন চীনের অন্ধকার কারাগারের উপর তাঁর প্রতিবেদন তৈরি করছিলেন, তখন একটি দৃশ্যে প্রহরীরা চানকে “বিশ্বাসঘাতক” বলে অভিহিত করেন। | Pinuna naman ni Victor Yang [zh] na noong iniulat ni Chan ang tungkol sa mga black jail ng Tsina [en], tinawag siyang “traydor” ng mga nagbabantay ng mga selda doon. |
14 | চায়না গিকস এ ব্লগার চার্লি কাস্তার খুবই হতাশ : | Ikinagalit naman ng blogger na si Charlie Custer ng ChinaGeeks [en] ang pagpapaalis kay Chan: |
15 | @ মেলিসাচান-এর বহিষ্কারাদেশ কাপুরুষোচিত,শিশুসুলভ এবং মর্মস্পর্শী……যা আমরা শুধুমাত্র চীনা সরকারের কাছ থেকে প্রত্যাশা করি। | Karuwagan, ugaling-bata, at hangal ang pagpapatalsik kay @melissakchan …. lahat ng inaasahang gagawin ng pamahalaang Tsina. |
16 | চীন ভিত্তিক বিদেশি সাংবাদিকেরা চীনা সরকারের মনোভাব সম্পর্কে গম্ভীর উদ্বেগ প্রকাশ করেন। | Ikinabahala naman ng mga dayuhang mamamahayag na nagtatrabaho sa Tsina ang ugali ng gobyerno ng Tsina. |
17 | ক্যাথলিন ম্যাকলাফলিন টুইটারে লিখেছেন: | Ayon kay Kathleen McLaughlin sa Twitter [en]: |
18 | @ মেলিসাচানকে চলে যেতে দেখে আমি দুঃখিত, আমি আশা করি এই বিষয়টি ভিসা প্রক্রিয়াকে ব্যবহার করে বিদেশী প্রচার মাধ্যমের উপর চীনের বড় মাপের সেন্সর প্রচেষ্টাকে স্পষ্ট করবে। | Nakakalungkot mang isipin na aalis si @melissakchan, magsilbi sana itong patunay ng hangarin ng Tsina na limitahan ang dayuhang media sa pamamagitan ng pag-iipit sa visa. |
19 | মার্ক ম্যাককইনন স্পষ্ট করেছেন যে বিদেশি সাংবাদিকদের পরিণতিতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে জড়ানো হয়েছে: | Inilahad naman ni Mark MacKinnon [en] na magkadikit ang kinabukasan ng mga dayuhan at lokal na mamamahayag sa bansang Tsina: |
20 | চীনে কাজ করা সাংবাদিকদের প্রদান করা মিথ্যা স্বাধীনতার বিষয়টি মেলিসার ঘটনার তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ অথবা চীন ভিত্তিক যেকোনো বিদেশি প্রতিনিধির পেশার চেয়ে। | |
21 | যা কিনা বাইরে বিশ্বের দেশসমুহের (ইতোমধ্যে যা খুব সামান্য প্রদর্শিত হয়েছে) কেবল একটি আতঙ্কজনক অতি ক্ষমতাধর রাষ্ট্রের উত্থানের উপলব্ধি নয়, একই সাথে চীনের ভেতরের সাংবাদিকতার ভবিষ্যৎ-কে উপলব্ধি করা। | Itong huwad na kalayaang binibigay sa mga mamamahayag na nagtatrabaho sa Tsina ay mas malaking bagay kaysa sa nangyari kay Melissa o ang pananatili ng ibang dayuhang mamamahayag sa loob ng bansa. |
22 | চীনা সাংবাদিকরা আমাকে বলে যে তারা বিদেশি প্রতিনিধিদের ঈর্ষার সঙ্গে পর্যবেক্ষণ করে, আশা করি তারা তাদের নিজ দেশ সম্পর্কে অবাধে প্রতিবেদন করতে পারে যেমনটা আমরা করতে পারি। | Ayon sa mga mamamahayag na Intsik, naiinggit sila sa mga dayuhan, dahil mas malaya silang nakakapagbalita tungkol sa Tsina. |
23 | আমাদের সংগ্রাম আমাদের কাজের সাথে তাদের কাজের পরিবেশের জন্য তাদের সংগ্রাম জড়িত। | Ang pakikipaglaban para sa ating trabaho ay nakadugtong sa kanila. |
24 | চীনা ব্লগস্ফেয়ার-এর মাঝে এই বিষয় নিয়ে তুলনামূলক কম আলোচনা হয়েছে। | Mapapansing hindi gaanong pinag-uusapan sa blogosphere ng Tsina ang mga nangyari. |
25 | সিনা ওয়েবোতে, লাও রঙ ঘটনার এক তাজা সংবাদ প্রদান করেছে [চীনা ভাষায়] এবং এই বিষয়টি কিছু আলোচনার সূত্রপাত ঘটাতে সক্ষম হয়: | Pinasimulan ni Lao Rong ang ilang diskusyon sa Sina Weibo [zh]: |
26 | @毛聊:আল জাজিরা তৃতীয় বিশ্বের একটি গণ মাধ্যম এবং এটি পশ্চিমা গণ মাধ্যম থেকে স্বাধীন। | @毛聊:Isang third-world media ang Al Jazeera at hindi umaasa sa Kanluraning media. |
27 | যদি চীন তাদেকে এদেশে কার্যক্রম পরিচালনা করতে না দেয় তাহলে আমরা কি ভাবে তৃতীয় বিশ্বকে পরিচালনা করব। ? | Kung hindi ito papayagan ng Tsina na pumasok dito, paano natin pangungunahan ang third world? |
28 | @看看看看 সারা বিশ্বের মাঝে কেবল চীনের সাংবাদিকরা তাদের চাকুরী হারায় কারণ তারা সত্যকে তুলে ধরতে উৎসাহী। | @看看看看1:Sa buong mundo, tanging sa Tsina lang napapatalsik ang mga mamamahayag na pinipilit ang katotohanan. |
29 | চীন যে সমস্ত সাংবাদিকদের বহিষ্কার করেছে তারা উত্তম চাকুরীর সুযোগ পাবার যোগ্য, | Karapatdapat bigyang oportunidad ang mga mamamahayag na pinapaalis ng Tsina. |
30 | @নুরুদ্দিনি: চীনা সরকারের নীতির বিষয়ে সংবাদ প্রদানের বেলায় অন্য যে কোন প্রচার মাধ্যমের চেয়ে আল জাজিরা আরো বেশী বস্তুনিষ্ঠ। | @nurundini:Mas obhektibo ang pagbabalita ng Al Jazeera tungkol sa gobyerno ng Tsina kumpara sa ibang malalaking himpilan. |
31 | এমনকি অনেক পশ্চিমা প্রচার-মাধ্যম তাদের কমিউনিস্ট-পন্থী হবার কারণে সমালোচনা করে থাকে। | Makakomunismo pa nga ang tawag sa kanila ng ilang kanluraning media. Siyempre, hindi naman ‘yon mangyayari sa Associated Press. |
32 | 赵佑诚:গুগল চীন ত্যাগ করতে চায়নি, কিন্তু শেষে তাকে চলে যেতে হয়েছে. | 赵佑诚:Ayaw sanang umalis ng Tsina ng Google, ngunit sumuko din ito sa bandang huli. |