# | ben | fil |
---|
1 | সামরিক জান্তা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বলে অভিযোগ জানালেন থাই শিক্ষার্থী সক্রিয় কর্মী | Thailand: Aktibistang Mag-aaral Minamanmanan ng Junta Militar Screenshot ni Nattanan Warinarawet sa kaniyang panayam sa awtor. |
2 | থাইল্যান্ডে ক্ষমতাসীন জান্তা সরকার স্বাধীনভাবে সমাবেশ করা এবং বাকস্বাধীনতার উপর বৃহত্তর নিষেধাজ্ঞা আরোপ করেছে। | |
3 | এর সাথে সাথে সরকার আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে বলে সক্রিয় কর্মী শিক্ষার্থীরা আওয়াজ তুলেছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন সুবিধা ব্যবহার করে সারা বিশ্বের সাথে যোগাযোগ করছেন। | Pinaiigting ng naghaharing junta militar sa Thailand ang pagsikil sa malayang pagtitipon at pagpapahayag habang nagbabanta ng mas mabigat na parusa; dumarami naman ang tumututol na mga estudyanteng aktibista gamit ang social media upang makipag-ugnayan sa buong mundo. |
4 | জান্তা সরকার দেশটির শিক্ষা ব্যবস্থার উপর কয়েকটি নতুন আইন আরোপ করেছে। | Nagpataw ang junta ng mga bagong patakaran para sa sistema ng edukasyon sa bansa. |
5 | এই আইনানুযায়ী শিক্ষাঙ্গনে মত বিরোধ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। | |
6 | “১২টি মূল্যবোধ” মুখস্ত করতে বলা হয়েছে। | Ipinagbabawal na ang protesta sa mga kampus. |
7 | কর্তৃপক্ষের বশ্যতা স্বীকার করা এবং “সঠিক গণতন্ত্রের” প্রতি বেশি গুরুত্ব আরোপ করে এই গুরুত্বপূর্ণ বিবৃতিগুলো তৈরি করা হয়েছে। | Sapilitan ding ipinasasaulo ang “12 Values” - ito ay buod ng mga pahayag ukol sa pagsunod sa awtoridad at “wastong demokrasya.” |
8 | সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সম্পর্কে ইতিহাস পাঠ্যপুস্তকে উল্লেখিত সকল কিছু অপসারণ করারও প্রয়োজন বোধ করেছে সরকার। | Pinagbawal din ng junta ang anumang pagbanggit sa dating Punong Ministro Thaksin Shinawatra sa lahat ng libro ng kasaysayan. |
9 | ১৭ বছর বয়সী নাট্টানান ওয়ারিনারাওয়েট “শ্যাম দেশের স্বাধীনতার জন্য শিক্ষা” নামক একটি গ্রুপের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। | Ang 17 taong gulang na si Nattanan Warintarawet ang pangkalahatang kalihim ng grupong Education for Liberation of Siam. |
10 | থাই শিক্ষা পাঠ্যসূচীতে “১২টি মূল্যবোধ” বাধ্যতামূলকভাবে বাস্তবায়নের বিরুদ্ধে যখন থেকে তিনি আওয়াজ তুলেছেন, তখন থেকেই তাকে জানান হয়েছে সামরিক জান্তা সরকার তার শিক্ষকদের মাধ্যমে তার গতিবিধি এবং কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। | Mula ng magpahayag siya ng pagtutol laban sa sapilitang pagpapatupad ng “12 Values” sa kurikulum ng edukasyong Thai, napag-alaman ni Warintarawet na minamanmanan na ng junta militar ang kaniyang mga galaw at kilos sa pamamagitan ng kaniyang mga guro. |
11 | যথেষ্ট ঝুঁকি থাকা সত্ত্বেও ওয়ারিনারাওয়েট তার অভিজ্ঞতা সম্পর্কে গ্লোবাল ভয়েসেসের অনলাইন লেখকদের সাথে কথা বলেছেন। | |
12 | তিনি বলেছেন, “আমি বিশ্বাস করতে পারছি না যে আমি যা কিছু করছি তা সামরিক জান্তা পর্যবেক্ষণ করছে। | Sa kabila nang panganib, ibinahagi pa rin ni Warintarawet sa mga mamamahayag ng Global Voices Online ang kaniyang karanasan. |
13 | আমি শুধুমাত্র আমার মতামত প্রকাশ করছি এবং ১২ টি মূল্যবোধ সম্পর্কে আমার প্রতিবাদ শেয়ার করছি।” এই মুহূর্তে জান্তা শাসনতন্ত্রে যে কোন কিছু ঘটে যেতে পারে। | “Hindi ako makapaniwala na ang ginawa ko, naghayag lang naman ako ng opinyon ukol sa 12 Values, ay magtutulak sa junta militar na manmanan ang aking kilos,” aniya. |
14 | তবু আমি আশা করি এবং মনে করি এটি আমার জীবনে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। এ সরকারের অধীনে আমি নিজেকে যথেষ্ট ক্ষমতাপ্রাপ্ত মনে করছি। | Sa ilalim ng rehimeng junta, kahit ano'y maaaring mangyari, subalit umaasa pa rin ako at sa tingin ko'y may positibong epekto ito sa aking buhay. |
15 | এমনকি আমি মনে করি আমার মতো একটি মেয়েও ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারে। | Palagay ko'y pinalalakas ako ng mga pangyayari. |
16 | আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাকস্বাধীনতার পক্ষে যুদ্ধ করছি। | Nararamdaman kong kayang gumawa ng malaking pagbabago ang isang babaeng tulad ko. |
17 | কেননা আমি সচেতনভাবে বুঝতে পারছি এই মুহূর্তে তা আমাদের জন্য কতোটা গুরুত্বপূর্ণ। | Mas nagaganyak akong lumaban para sa kalayaang magpahayag sapagkat alam ko na ngayon kung gaano ito kahalaga. |
18 | তার দেয়া সাক্ষাৎকারের বাকি অংশটুকু নিচে দেখতে পাবেনঃ | Panoorin ang buong panayam sa ibaba: |