# | ben | fil |
---|
1 | মিশরঃ আলেকজান্দ্রিয়ার ঐতিহাসিক বইয়ের বাজার নিরাপত্তা বাহিনী কতৃক ধ্বংস | Ehipto: Makasaysayang Pamilihan ng mga Aklat, Sinalakay ng Pulisya [Lahat ng link sa akdang ito ay magdadala sa iyo sa mga pahinang nasa wikang Arabe.] |
2 | মিশরিরা আজ (৭ই সেপ্টেম্বর, ২০১২) সকালে আলেকজান্দ্রিয়ার নবী দানিয়াল সড়কের বইয়ের দোকানগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ধ্বংসের খবর পেয়ে জেগেছেন। | Madaling araw ng ika-7 ng Setyembre nang mabalitaan ng mga taga-Egypt ang ginawang pagsalakay sa mga tindahan ng mga libro sa Kalye Prophet Daniel sa lungsod ng Alexandria. |
3 | ঊষাকালে এই বহিরাক্রমণে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে বাম নেটনাগরিকরাও ক্রুদ্ধ। | Maraming nagsasabing kagagawan ito ng mga taga-Ministeryo ng Interyor. |
4 | তাদের দাবি, সংস্কৃতির উপর এটি একটি চলমান যুদ্ধ। | Bumuhos naman ang poot ng mga netizen sa Muslim Brotherhood, na inaakusahang unti-unting sumisira sa yamang-kultura ng bansa. |
5 | নিরাপত্তা বাহিনী দোকান এবং বই ধ্বংস করেছে। এর ফলে বইয়ের অমূল্য সংগ্রহ এবং সংস্কৃতির একটি সম্পদ ধ্বংস করা হল। | Winasak ng mga otoridad ang mga tindahan at mga aklat; nadamay ang maraming koleksyon ng mga matatandang libro at ang yamang-kulturang nakasulat sa mga ito. |
6 | ডঃ সাদিয়া মিটওয়ালি এই আক্রমণের বিরোধিতা করেছেন [আরবী]: | Galit ang naramdaman ni Dr Shadia Metwally sa ginawang pagsalakay: |
7 | @সাদিয়ামেটওয়ালিঃ নবী দানিয়াল এলাকার বইয়ের দোকানগুলোতে আক্রমণ করা ছিল ভুল, যেখানে রাস্তার অন্য পার্শ্বে চা, কফি এবং পুরনো চেয়ার রয়েছে। | @shadiametwally: Sinadya ang pagsalakay sa mga aklatan sa Kalye Prophet Daniel, samantalang hindi man lang nagalusan ang mga kapihan at ang mga lumang upuan sa kabilang kanto. |
8 | সেগুলো ছিল সেই ধরণের বইয়ের দোকান যেগুলো সংস্কৃতির একটি সম্পদ স্থাপন করেছিল। | Malaking kawalan sa kultura ang pagkasira ng mga tindahang iyon |
9 | শেহরাজাদে ছাত্রদের সম্পর্কে উদ্বিগ্ন যারা মনে পীড়ন অনুভব করবেঃ | Nangangamba naman si Schehrazade na unang maaapektuhan ang mga estudyanteng taga-roon dahil sa pangyayari: |
10 | @_শেহরাজাদে: আমি ভাবতে পারছি না, বিশ্ববিদ্যালয়ের গরীব ছাত্ররা কিভাবে তাদের বই সংগ্রহে সমর্থ হবে। | @_Schehrazade: Paano na kaya makakabili ng mga libro ang mga mahihirap na mag-aaral sa mga unibersidad. |
11 | প্রকৃতই একটি সবচেয়ে বিদ্বেষপূর্ণ আচরণ। | Talagang masama ang hangarin nila |
12 | পুলিশের আক্রমণের পর আলেকজান্দ্রিয়ার নবী দানিয়াল সড়কের হামীদ এর বইয়ের দোকানের ধ্বংসাবশেষ। | Ang mga natirang gamit sa tindahan ni Hameedo sa Kalye Prophet Daniel matapos ang pagsalakay ng mga pulis. |
13 | টুইটারে ছবিটি শেয়ার করেছেন হেবা ফারুক। | Litratong ibinahagi ni Heba Farooq sa Twitter |
14 | হেবা ফারুক মাহফুজ ব্যাখ্যা করেছেনঃ | Paliwanag ni Heba Farouk Mahfouz: |
15 | @হেবাফারুকঃ রাজাব হামীদের বইয়ের দোকানটি ছিল একটি ব্যাক্তিগত সরু গলিতে, সড়কের পাশে নয়। | |
16 | এছাড়া তাঁর ৩৪ বছর ধরে দোকান চালানোর অনুমতি থাকা সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দোকানটি ভেঙ্গে দিয়েছে। ধ্বংসযজ্ঞের পরপরই তিনি ছবিটি তুলে পোস্ট করেছেন। | @HebaFarooq: Nasa pribadong espasyo ang tindahan ni Rajab Hameedo, at hindi sa bangketa; sinira pa rin ito ng Ministeryo ng Interyor bagamat 34 taon na nitong hawak ang permiso ng gobyerno |
17 | ওয়ালীদ টুইট করেছেনঃ | Tweet ni Waleed: |
18 | @উইলোএজিঃ আপনারা খুব সাধারণ বিক্রেতাদের জীবিকা অর্জনের উপায় ধ্বংস করে দিয়েছেন এবং গরীব লোকদের পড়াশুনার আনন্দ অনুধাবন করা থেকে বঞ্চিত করেছেন। | @WilloEgy: Winasak niyo ang hanapbuhay ng mga simpleng tao at mga manininda, at hinahadlangan ang pagnanais ng mga dukha na makapagbasa. |
19 | এর চেয়ে নির্বুদ্ধিতার আর কিছু কি আছে? | May mas tatanga pa ba dito? |
20 | তাঁর সাথে ওয়ায়েল বারাকাত কটাক্ষ করেছেনঃ | Pabiro namang tweet ni Wael Barakat: |
21 | @ওয়ায়েল_বারাকাতঃ তার মানে কি এখন বই বিক্রি করা মাদকদ্রব্য বিক্রি করার মতো এবং আমরা কি এখন বই কিনবো ভিডিও টেপের আকারে? | @Wael_Barakat: Ibig sabihin ba nito eh ibebenta na ngayon ang mga aklat na parang bawal na gamot, at bibili na tayo ng mga librong itinatago sa loob ng mga video tape? |
22 | আহমেদ এলসাউই প্রশ্ন তুলেছেনঃ | Tanong ni Ahmed Elsawy: |
23 | @আহমেদ এলসাওয়ঃ সেই লোকটির কি হবে যার নীল রঙের বই বিক্রির ছোট দোকান থেকে আমি সবসময় বই কিনতাম? | @Ahmed_Elsawy: Paano na kaya ‘yong ginoo na nagtitinda sa asul na tindahan kung saan ako laging bumibili? |
24 | আমি তাকে সবসময় দেখতাম নামাজ পরতে। | Lagi ko siyang nakikitang nagdadasal. |
25 | তার ছোট বইয়ের দোকানটিও কেন তারা ভেঙ্গে দিলো? | Bakit nila sinira ang kanyang tindahan? |
26 | অনেকেই মুসলিম ব্রাদারহুডকেই সরাসরি দোষী মনে করে, কেননা এদেরই এক সদস্য মোহাম্মদ মুরসি মিশরের বর্তমান প্রেসিডেন্ট। | Sinisisi ng karamihan ang partido ng Muslim Brotherhood, kung saan kabilang si Mohamed Morsi na ngayo'y bagong pangulo ng bansang Egypt, sa pagkawasak ng mga aklatan. |
27 | তবে আনাস আবদেল আযীম কড়া জবাব দিয়ে বলেছেনঃ | Puna ni Anas Abdelazeem: |
28 | @আনাসআবদেলআযীমঃ নবী দানিয়ালের(সড়ক) বইয়ের দোকানগুলো ভেঙ্গে দেওয়াকে আমরা যদি ধরে নিই যে মুসলিম ব্রাদারহুড আমাদের সংস্কৃতির ওপর হামলা করেছে তাহলে তা উপহাসের যোগ্য, কেননা এমন ঘটনা আরও অনেকবার ঘটেছে। | @anasabdelazeem: Walang katotohanan ang sinasabing pag-atake ng Muslim Brotherhood sa mga aklatan sa Prophet Danial, dahil paulit-ulit naman itong nangyayari |
29 | টুইটারে আরও প্রতিক্রিয়া জানতে এই হ্যাশ ট্যাগ [আরবী] চেক করুন। | Para sa iba pang mga reaksyon at komento, basahin sa Twitter ang talaan ng hashtag na ito. |
30 | আক্রমনের ঠিক পরপরই তোলা কিছু ছবি আহমেদ রক তাঁর ফেসবুক পাতায় দিয়েছেন এখানে। | Ibinahagi naman ni Ahmed Rock ang mga litrato ng pinsalang dulot ng pagsalakay sa Facebook page na ito. |