# | ben | fil |
---|
1 | জর্জিয়া: এলজিটিবিটি একটিভিস্টদের আক্রমণ করেছে ধর্মান্ধরা | Georgia: Mga Aktibistang LGBT, Binugbog ng Pangkat ng Orthodox |
2 | জর্জিয়াতে প্রথমবারের মতো ১৭ই মে সমকামীতা আতংকের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালন করা হয়। এসময় গোঁড়া খ্রিস্টানদের একটি দল রাজধানী তিবলিসির শহরতলীতে সেখানকার এলজিটিবিটি (লেসবিয়ান, সমকামী, উভকামী, বহুগামী) একটিভিস্টদের আটকে দেয়। | Sa kauna-unahang pagkakataon na ipinagdiwang ang Pandaigdigang Araw Laban sa Homophobia sa bansang Georgia noong ika-17 ng Mayo, hinarangan ng isang pangkat ng Kristiyanong Orthodox ang parada ng mga aktibistang LGBT sa gitna ng lansangan sa bayan ng Tbilisi, kabisera ng Georgia. |
3 | খ্রিষ্টানপ্রধান দেশটিতে নতুন প্রজন্মের মধ্যে নৈতিক ভ্রষ্টাচার সৃষ্টিতে প্রণোদনা যোগাতে পারে এই অভিযোগে পুরোহিতদের নেতৃত্বে সনাতন (অর্থডক্স) পিতা-মাতাদের ইউনিয়ন (ইউওপি) মিছিলটি বন্ধের দাবি করে। | Nagmatigas ang grupong Union of Orthodox Parents (UOP) na pinamumunuan ng mga pari, at nanawagan na ipatigil ang nasabing pagmartsa. Niyuyurakan daw nito ang moralidad ng bagong henerasyon ng bansa na karamihan ay Kristiyano. |
4 | জবাবে এলজিটিবিটি একটিভিস্টরা মিছিল চালিয়ে যাওয়ার জন্যে তাদেরকে পথ পরিষ্কার করে দিতে বলে। | Nakiusap naman ang mga aktibistang LGBT na tumabi ang mga UOP upang maipagpatuloy nila ang pagmartsa. |
5 | কিন্তু ইউওপি এবং পুরোহিতরা নিকটবর্তী পুলিশকে মিছিলটি থামাতে রাজি করাতে ব্যর্থ হলে একটি হাতাহাতির ঘটনা ঘটে। | Ngunit matapos mabigong kumbinsihin ng UOP at mga pari ang mga nakabantay na pulis, naging pisikal ang kaguluhan. |
6 | ছবি, টিএসপ্রেস. জিই | Litrato mula sa TSpress.ge |
7 | একজন এলজিটিবিটি একটিভিস্ট গোঁড়া আক্রমণকারী্দের বিরুদ্ধে যুদ্ধ করছে। ছবি: রয়টার্স | @gabo_ge: Mga pulis inaresto ang tatlong aktibista ng Identoba, isang organisasyon na nagsusulong ng mga isyung LGBT. |
8 | জর্জিয়ার পুলিশ একজন এলজিটিবিটি একটিভিস্টকে তাদের হেফাজতে নেয়। ছবি: রয়টার্স | @temuchin22: Nanggulpi ang UOP, at inaresto naman ng pulisya ang mga binugbog, anong klaseng pulisya yan, dapat UOP ang inaresto. |
9 | @গ্যাবো_গে পুলিশ এলজিটিবিটি সমস্যা নিয়ে কর্মরত প্রতিষ্ঠান ইদেন্তোবা'র তিনজন এক্টিভিস্টকে গ্রেফতার করে। | @lishtotah: Titindi lamang ang #homophobia sa #Tbilisi, ngayong naunsyami ang kilusang LGBT na “makapagdaos ng kanilang kauna-unahang martsa” |
10 | @তেমুচিন২২: ইউওপি (সনাতন পিতা-মাতা্দের ইউনিয়ন) লোকজনকে পিটিয়েছে এবং যাদের পেটানো হয়েছে তাদের হেফাজতে নেয়া হয়েছে, এরকম আইন প্রয়োগকারীদের আটক করুন, আমি ইউওপি'দের গ্রেপ্তার দাবি করি। | @JohnHesslewood: kung sasabihin niyong ‘bakit niyo ginagawa ang ganyang bagay sa kalye', ganun din ang itatanong ko sa inyo, mga kristiyano #tbilisi |
11 | @লিশতোতাহ: “প্রথম গর্বটি ধারণ” করার মধ্যে সীমিত এলজিটিবিটি এক্টিভিজম শুধু #সমকামীতা আতংক উস্কে দিবে #তিবলিসিতে: এখানে (আরো) উটকো (মনে হবে): | Sundan lamang ang link na ito [geo] para sa mga karagdagang litrato ng naturang kaganapan. |
12 | @জনহেসলউড: আপনার মূল যুক্তিটি যদি হয় ‘আপনি কীভাবে রাস্তায় এরকম কিছু প্রবর্তন করতে পারেন' তবে আমিও আপনাদের - খ্রিস্টানদের - একই জিনিস সম্পর্কে জিজ্ঞেস করবো #তিবলিসি | |
13 | ফেসবুকে অনেকেই এই সংঘর্ষের নিন্দা এবং এক্টিভিস্টদের সমর্থনে তাদের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। | Kinundena naman sa Facebook ang kaguluhan, at pinalitan ng ilang mamamayan ang kanilang profile picture bilang pagsuporta sa mga aktibista. |
14 | সমকামীতা এবং বহুগামিতা আতংকের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস | 'Pandaigdigdang Araw Laban sa Homophobia at Transphobia' |