# | ben | fil |
---|
1 | ইরান: রাস্তার এক ঝাড়ুদার ৫০০,০০০ ডলার কুড়িয়ে পেয়ে, তা ফেরত দিয়েছে | Iran: $500,000 Napulot ng Magwawalis, Isinauli |
2 | ইরানের সংবাদপত্রগুলোর প্রথম পাতায় প্রায়শই কোটি কোটি টাকার দূর্নীতির সংবাদ চোখের সামনে ভাসতে থাকে। | Kaliwa't kanan ang mga balita sa mga pahayagan ng bansang Iran tungkol sa mga insidente ng pangungurakot na nagkakahalaga ng milyun-milyon. |
3 | সম্প্রতি ইরানের সবচেয়ে বৃহৎ ব্যাংক প্রতারণার এক গরম খবর প্রকাশিত হয়, অভিযোগে প্রকাশ যে প্রতারকরা সরকারের সাথে যুক্ত। | Sa katunayan, kasalukuyang pinag-uusapan ang tungkol sa pinakamalaking pandaraya sa Iran [en] hinggil sa pananalapi ng mga bangko, kung saan sangkot ‘di umano ang mga taong may kaugnayan sa pamahalaan. |
4 | কিন্তু হঠাৎ এক ইতিবাচক সংবাদ ইরান এবং ইরানের বাইরের উজ্জ্বলতা ছড়াচ্ছে: তেহরান থেকে ৭০০ কিলোমিটার দুরে বোজনোর্দ নামক শহরে আহমাদ রাব্বানি নামের এক রাস্তার ঝাড়ুদার, এক বিলিয়ন তোমান ইরানী মুদ্রা (প্রায় ৫৭০,০০০ মার্কিন ডলার) কুড়িয়ে পায় এবং তা মালিকের কাছে ফিরিয়ে দেয়। | Kaya't isang napakagandang balita ang kumalat sa loob at labas ng Iran: isang payak na magwawalis ng lansangan na si Ahmad Rabani mula sa bayan ng Bojnourd [en], 700 kilometro ang layo mula Tehran, ang nakakita ng salaping aabot sa 1 bilyong Toman (halos 570,000 dolyar US) at agad isinauli sa may-ari. |
5 | আর ধন্যবাদ হিসেবে, সে এর জন্য ২ লক্ষ তোমান (১২০ মার্কিন ডলার) পুরস্কার লাভ করে। | Bilang pabuya, nakatanggap siya ng 200,000 Toman (120 dolyar US). |
6 | ইরানী ব্লগার ইউনিইরানী রাস্তার এই ঝাড়ুদারের প্রশংসা করেছে এবং তার এই কাজটিকে ইরানের সরকারী কর্মকর্তাদের শিক্ষা হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছে, যাদের অনেকে দূর্নীতির সাথে যুক্ত। | Pinuri ng Iranian blogger na si Unirani ang magwawalis at ginawang ehemplo ang kabutihan nito sa mga opisyales ng gobyernong Islamiko na sangkot sa pangungurakot. |
7 | ব্লগার লিখেছে [ফারসী ভাষায়]: | Ayon sa kanya [fa]: |
8 | … শ্রমিক শ্রেণীর একজন এবং পৌরসভার এক কর্মী, এক বিলিয়ন তোমানের একটি ব্যাগ কুড়িয়ে পায় এবং সেটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেয়। | … isang tao mula sa hanay ng mga obrero sa isang maliit na bayan ang nakahanap ng 1 bilyong Toman sa isang bag at isinauli ito sa may-ari. |
9 | এই বিষয়ে আমার উপলব্ধি, তার এই কাজ কতটা অমূল্য, তা আমরা তখন বুঝতে পারি, যখন আমরা জানতে পারি যে দেশের সঙ্কটাপন্ন অর্থনৈতিক পরিস্থিতির কারণে সে দারিদ্র্যের মধ্যে বাস করছে। | Hindi matatawaran ang kanyang naging pagpapasya, lalo na't nalaman natin ang kanyang mahirap na kalagayan dahil sa sitwasyong pang-ekonomiya ng bansa. |
10 | স্বাভাবিকভাবে এই রকম এক বাস্তবতায় সে টাকাটা রেখে দিতে পারত, তার কাজ ছেড়ে দিতে পারত এবং ওই সব লাখপতিদের একজন হতে পারত। | Kung tutuusin, maari niyang itago ang pera, itigil ang pagtatrabaho, at mamuhay bilang milyonaryo. |
11 | কিন্তু সে তা করেনি। | Ngunit hindi niya ito ginawa. |
12 | যে সমস্ত চোর এবং দুর্নীতিবাজ দেশের সকল কিছু লুটে নিচ্ছে, তাদের দুর্বল নীতি, যা কিনা দেশটির জন্য এক সীমাহীন অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করেছে, সে তাদের জন্য এক শিক্ষা হোক। | Maging leksyon sana ito sa mga mandurukot at kurakot na kinamkam ang kaban ng bayan, pati na ang kanilang mga polisiya na nagdulot ng walang katapusang paghihirap ng ating ekonomiya. |
13 | আরেকজন ব্লগার, পেশারিরোউনি এই ঘটনা সম্বন্ধে লিখেছে এবং বলছে [ফারসী ভাষায়]: | Dagdag pa ng blogger na si Pesarirouni [fa]: |
14 | অনেকের কাছে আত্মমর্যাদার বিষয়টি এখনো বিদ্যমান… এমন এক সময়ে, যখন ভাই তার ভাইকে দয়া করে না…আমি নিজে এক শ্রমিক পরিবারে জন্মগ্রহণ করেছিলাম এবং এই সমস্ত মানুষগুলো যে সব সমস্যার মুখোমুখি হয় তার প্রতি আমি সহানুভূতিশীল। আমি তার আত্মমর্যাদার প্রশংসা করি এবং মনে করি এই কাজের জন্য তাকে মেডেল দিয়ে সম্মান করা উচিত। | Hindi pa rin tuluyang nawala ang pagiging marangal… sa panahong nagpapatayan ang magkakapatid… ipinanganak ako sa lahing obrero at nakikiramay ako sa araw-araw na paghihirap ng mga taong ito… pinupuri ko ang kanyang dignidad, at sa tingin ko nararapat siyang bigyang ng medalya dahil sa kanyang inasal. |
15 | ডিলটুডিল লিখেছে [ফারসী ভাষায়] যে এই টাকা ফেরত দিতে গিয়ে রাব্বানীকে অবশ্যই বড় আকারে লোভ সম্বরণ করতে হয়েছে, বিশেষ করে সে যখন হিসেব করে দেখেছে, যে পরিমাণ টাকা সে কুড়িয়ে পেয়েছে, সেটি তার ১৬৬ বছর রাস্তায় ঝাড়ু দিয়ে আয় করা সমান। | Sa palagay naman ni del2del [fa], maraming tukso ang nilabanan at nalampasan ni Rabani upang maisauli lamang ang pera, dahil katumbas nito ang humigit kumulang na 166 taon ng kabuuang sahod ng isang magwawalis. |