# | ben | fil |
---|
1 | উত্তর কোরিয়ার ব্যর্থ রকেট উৎক্ষেপণ প্রসঙ্গে বিভিন্ন মত | Mga Pananaw sa Pumalyang Pagpapalipad ng Rocket ng Hilagang Korea |
2 | উত্তর কোরিয়া আরো বিচ্ছিন্নতা এবং আন্তর্জাতিক নিন্দার হুমকি সত্ত্বেও ১২ই এপ্রিল ২০১২ তারিখে একটি রকেট উৎক্ষেপণ করে। | Naglunsad ng rocket ang Hilagang Korea noong ika-12 ng Abril, 2012, sa kabila ng maraming babala ng paghihigpit mula sa ibang bansa [en]. |
3 | তবে একে বিব্রত করে দিয়ে রকেটটি উৎক্ষেপণের পরপরই ভেঙ্গে পড়ে এবং এর অবশিষ্টাংশগুলো সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে। | Ngunit laking kahihiyan nito nang mabaklas at magkapira-piraso ang rocket matapos itong pinalipad at bumagsak sa dagat ang mga natitirang piraso nito. |
4 | এই ঘটনাটি দক্ষিণ কোরিয়ার ইন্টারনেটে অনেক বিতর্কের সৃষ্টি করেছে। | Sumiklab ang maraming debate sa Internet sa Timog Korea tungkol sa pangyayaring ito. |
5 | রকেট উৎক্ষেপণটি্র ব্যর্থতার সংবাদটির একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে বিস্ময়কর পরিমাণ অর্থের অপচয় নিয়ে আফসোস করা হচ্ছিলো যা দিয়ে লক্ষ লক্ষ অনাহারী উত্তর কোরীয়দের খাওয়ানো যেত। | Naging tampulan ng reaksyon ang nakakalulang halaga na ginasta at sinayang sa bigong pagpapalipad ng rocket, na maari sanang ginamit nalang sa pagbibigay pagkain sa milyun-milyong taga-Hilagang Korea na nagugutom. |
6 | কিম সান-জুনের একটি মন্তব্য এমন ছিল [কোরীয় ভাষায়]: | Ayon pa kay Kim Sun-jun [ko]: |
7 | তারা এক বছরের সমপরিমাণ ভুট্টার (যা দিয়ে উত্তর কোরীয়দের খাওয়ানো যেতে পারতো) [টাকা] জ্বালিয়ে দিলো [উল্লেখ্য: ভুট্টা মূলতঃ একটি সম্পূরক ফসল হলেও কয়েক দশক ধরে দেশে চালের গুরুতর ঘাটতির কারণে উত্তর কোরিয়া অন্যতম প্রধান একটি ফসল হয়ে উঠে] | Sinunog nila ang [gagastusin sa] isang taong halaga ng mais (na nakapagpakain sana sa mga taga-Hilagang Korea) [puna: dating pangalawang pananim lang ang mais, subalit naging pangunahing pagkain ito sa Hilagang Korea matapos magkaroon ng matinding kakulangan ng palay ng ilang dekada] |
8 | যৌথ নিরাপত্তা এলাকায় - অসামরিকীকৃত কোরীয় এলাকায় - দায়িত্ব পালন করার সময় উত্তর কোরীয় সৈন্যরা দক্ষিণ দিকে তাকিয়ে আছে। | Tumitingin sa malayo ang isang sundalo ng Hilagang Korea habang nakatoka sa Joint Security Area, Korean Demilitarized Zone. |
9 | পাবলিক ডোমেইনের ছবি, উইকিপিডিয়ার মাধ্যম হয়ে। | Ang litrato ay bahagi ng public domain, mula sa Wikipedia. |
10 | কিম কোয়াং সু অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠানের উত্তর কোরীয় বিশ্লেষক, ইউন জায়ে-ওন (@ওয়াইজেডাব্লিউ২৩_কেসেরি) ছয়টি টুইট করেছেন যা অন্যান্য ব্যবহারকারীরা বহুবার পূণঃটুইট করেছেন। | Nagsulat ng anim na tweet si Yoon Jae-won (@yjw23_kseri), isang tagasuri sa Suriang Kim Kwang Su sa Pananaliksik sa Ekonomiya, na ini-retweet ng makailang ulit ng ibang tao. |
11 | উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণকে একটি ‘নিন্দনীয় কর্ম' হিসেবে নিন্দা জানিয়ে [কোরীয় ভাষায়] যা ধীরে ধীরে অগ্রগতির দিকে যাওয়া বর্তমান ছয়-দলীয় আলোচনাটিকে নষ্ট করে দিতে পারে। ইউন তখন আন্তর্জাতিক অবরোধের কার্যকারিতার প্রকাশ্য বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করেন [কোরীয় ভাষায়]: | Matapos niyang kundenahin [ko] ang pagpapalipad ng rocket ng Hilagang Korea bilang ‘kasuklam-suklam na pagkilos' na maaring makasira sa kasalukuyang usapan ng magkabilang partido [en], na unti-unting umuusad, binatikos naman ni Yoon [ko] ang paniniwala ng karamihan na mabisa ang mga ipinataw na parusa: |
12 | তবে উত্তর কোরিয়াকে সামলানোর ব্যাপারে বাস্তবমুখী হতে হবে। | Dapat magpakatotoo tayo sa pakikitungo sa Hilagang Korea. |
13 | জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে শুধুমাত্র উত্তরকে দোষারোপ করাটাই স্বাভাবিক। কিন্তু এধরনের শ্যেন দৃষ্টিভঙ্গী এবং এই ধরনের পদক্ষেপের এক হাতে ব্যবহার বুমেরাং হতে পারে এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যা ডেকে আনতে পারে। | Natural lamang na sisihin natin ang Hilaga sa pamamagitan ng UN Security Council (Kapulungang Panseguridad ng mga Nagkakaisang Bansa), ngunit makitid ang pamamaraang ito at maaring mabigo na lilikha lang ng mas malalaking suliranin sa hinaharap. |
14 | ইউন আরো [কোরীয় ভাষায়] ব্যাখ্যা করেছেন: | Dagdag pa ni Yoon [ko]: |
15 | এক এবং একমাত্র [কূটনৈতিক কৌশল] হিসাবে আন্তর্জাতিক অবরোধের ব্যবহার উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আরো বিচ্ছিন্ন করে দিতে পারে। | Lalong mahihiwalay ang Hilagang Korea sa ibang lipunan kung pagpapataw ng parusa lang ang diplomatikong estratehiyang iniisip ngayon. |
16 | এবং এটি কিম জং-উনকে [দেশটির বর্তমান নেতা] তার নামের পিছনে জনগণকে বেশি করে শ্রেণীবদ্ধ করে তাকে ক্ষমতায় আরো সংহত করতে পারে। | Lalo nitong pagtitibayin ang kapangyarihan ni Kim Jong-un [ang kasalukuyang pinuno ng bansa] sa kanyang posisyon at dudulog ang mga tao sa kanya. |
17 | উত্তর কোরিয়াকে বিপ্লব এবং খোলা বাজারের দিকে ধাবিত করার জন্যে, লি মিউং-বাক [দক্ষিণ কোরিয়া বর্তমান প্রেসিডেন্ট] প্রশাসনের এই পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে নেয়া এবং তাদেরকে আরো দূরে ঠেলে দেয়ার চেষ্টা না করা উচিৎ। | Dapat gumawa ng kaukulang hakbang ang administrasyon ni Lee Myung-bak [kasalukuyang pangulo ng Timog Korea] upang hindi mapahiwalay ang bansa at upang isulong ang paghihimagsik at malayang kalakal sa Hilagang Korea. |
18 | দাউম আগোরা ফোরাম ব্যবহারকারী এসটিকেটি উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ বর্ণনা করতে ‘ব্যর্থ' শব্দটি ব্যবহার করতে [কোরীয় ভাষায়] রাজি নন, কারণ বৈজ্ঞানিক গবেষণায় বিশেষ করে মহাকাশ উন্নয়ন কর্মসূচীর ক্ষেত্রে ব্যর্থতা বলে কিছু নেই: | Hindi naman naniniwala ang Daum Agora forum user na si stkt sa paggamit ng salitang ‘bigo' [ko] sa pagsasalarawan ng pagpapalipad ng rocket ng Hilagang Korea, dahil wala namang nasasayang sa mga eksperimento sa larangan ng siyensya, lalo na sa programang pangkalawakan: |
19 | সাধারণ পরীক্ষামূলক পরিস্থিতিতে বহুল ব্যবহৃত ‘ব্যর্থতা' পদটি রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। | Hindi akma ang karaniwang paggamit ng salitang ‘kabiguan' sa pagpapalipad ng rocket gaya ng mga ordinaryong eksperimento. |
20 | নিয়মিত অস্ত্র পরীক্ষাগুলো থেকে এটা আলাদা কারণ (রকেট পরীক্ষার ক্ষেত্রে) তথ্য পাওয়ার একমাত্র উপায় হলো সত্যিকার অর্থেই একটি রকেট উৎক্ষেপণ করা। | Hindi gaya ng pangkaraniwang eksperimento, ang tanging paraan lang upang makakuha ng datos ay ang mismong pagpapalipad ng rocket. |
21 | এখানে গুরুত্বপূর্ণ হলো পরীক্ষা সময় তারা অর্থপূর্ণ উপাত্ত (ডাটা) বের করতে সফল হয়েছে কিনা এবং তারা একটি শিক্ষা লাভ করেছে কিনা, রকেটটি নিজে ঠিকমতো হয়েছে কিনা তা নয়। | Ang mahalaga dito ay kung may natuklasan silang importanteng datos mula sa eksperimento at kung may natutunan sila dito, at HINDI sukatan ang perpektong paglipad ng mismong rocket. |
22 | দাউম আগোরা ব্যবহারকারী সিজার্স২১ একটি মজার দৃষ্টিকোণ ব্যবহার করেন [কোরীয় ভাষায়]: | May ibang pananaw naman [ko] ang Daum Agora user na si Ceasurs21: |
23 | যদিও আমি উত্তর কোরিয়ার ব্যর্থ রকেট উৎক্ষেপণের সংবাদটিকে স্বাগত জানাই, একইসাথে আমি রকেট উৎক্ষেপণ কর্মসূচীর সাথে যুক্ত উত্তর কোরীয়দের বিপদপূর্ণ জীবন সম্পর্কে উদ্বিগ্ন। | Bagamat masaya ako sa balitang pagkabigo ng Hilagang Korea sa pagpapalunsad ng rocket, nag-aalala ako sa magiging buhay ng mga taga-Hilagang Korea na kasapi ng naturang proyekto. |
24 | কর্মসূচীটি সম্পর্কে মৌলিক জ্ঞান থাকার জন্যে [এই জ্ঞানের কারণে] এসব বৈজ্ঞানিকরা [সরকারের] পিটুনি খাওয়ার পরও জীবনে বেঁচে যেতে পারেন, কিন্তু আমি [সাধারণ] বিজ্ঞানীদের ব্যাপারে সত্যিই দুঃখিত যাদের ব্যর্থতার জন্যে বন্দী ক্যাম্পে টেনে নিয়ে যাওয়া হবে।[ | Sa mga dalubhasang may kinalaman sa programang ito, maiiwasan sana nila ang pagpapahirap [ng pamahalaan] kung naging matagumpay sila [dito], kaya lubhang nalulungkot ako sa kanila na maaring kakaladkarin papuntang kulungan dahil nabigo sila. [ |
25 | …] এবং এই উৎক্ষেপণ ব্যর্থতার ভুক্তভোগীদের মধ্যে দক্ষিণ কোরীয় রয়েছে: যারা এর স্টকে বিনিয়োগ করেছিল। | …] May ilang mga taga-Timog Korea naman ang maaapektuhan sa bigong pagpapalipad ng rocket: ang mga namumuhunan sa stocks. |
26 | গত কয়েকদিনে উত্তর কোরিয়ার আসন্ন রকেট উৎক্ষেপণ ব্যর্থতার খবরটি ছড়িয়ে পড়ার আগে নিরাপত্তা ও প্রতিরক্ষা শিল্পে স্টক অন্তর্ভুক্ত দলবদ্ধ স্টক প্যাকেজের মূল্য তুঙ্গে ছিল। | Habang maugong pa ang plano ng Hilagang Korea na maglunsad ng rocket, dagliang umakyat ang mga stocks na may kinalaman sa industriya ng kagamitang panseguridad at depensa. |
27 | দাউম আগর ব্যবহারকারী 이건좀아니다 উত্তর কোরীয় বিপজ্জনক পরিস্থিতি তৈরী করে দরকষাকষির কৌশল সম্পর্কে ব্যাখ্যা করে অভিযোগ করেন [কোরীয় ভাষায়] যে যেহেতু এর হুমকির ধরন গুলো কয়েক দশক ধরে পরিবর্তিত হয়নি, এরকম একটি ভয়ানক অবস্থা সামলানোর জন্যে কার্যকর কৌশল নিয়ে এখন দক্ষিণ কোরিয়া সরকারেরই এগিয়ে আসার পালা। | Matapos busisain at ipaliwanag ang mapamantalang taktika ng Hilagang Korea, pinuna naman [ko] ng Daum Agora user na si 이건좀아니다, na kinakailangang umisip ng mas mabisang estratehiya ang gobyerno ng Timog Korea upang kontrolin ang sitwasyon dahil walang namang pinagbago ang mga pangyayari ito sa mga nagdaang dekada. |