Sentence alignment for gv-ben-20120902-30523.xml (html) - gv-fil-20121028-1977.xml (html)

#benfil
1সেনেগাল: দেশ অচল করা বন্যায় ১৮ জনের মৃত্যুSenegal: 18 Nasawi Matapos ang Matinding Pagbaha
2[অন্যরকম না নির্দেশ করা হলে সকল লিঙ্কই ফরাসি ভাষায়][Lahat ng link dito ay nasa wikang Pranses maliban na lamang kung may nakasaad.]
3২৬ আগস্ট ২০১২ তারিখের ভারী বর্ষণের কারনে সেনেগালের অনেক অঞ্চলে সর্বনাশা বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু ও ৪২ জন আহত হয়েছে।Maladelubyong pagbaha ang naranasan ng malaking bahagi ng bansang Senegal noong Agosto 26, 2012, kung saan hindi bababa sa 18 ang nasawi at 42 ang sugatan.
4দুর্গতদের সাহায্যের জন্য সেনেগাল সরকার ফরাসী দেশের আপৎকালীন সহায়তা সংগঠন অরসেক [ইংরেজি] এর সহায়তায় উদ্ধার পরিকল্পনা শুরু করেছে।Agad namang naglunsad ang pamahalaan ng Senegal ng malawakang operasyon upang matulungan ang mga sinalanta ng pagbaha sa pangunguna ng grupong Pranses na Orsec [en].
5সেনেগালের ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁদের এলাকার বন্যার প্রভাব নিয়ে আলোচনা করেছেন।Nagbahagi naman ng kani-kanilang mga karanasan at mga litrato ang mga internet users doon upang ilarawan ang pagbaha sa kanilang lugar.
6অনেক ইন্টারনেট ব্যবহারকারী মুষলধারে বর্ষণের কারণে ক্ষয়ক্ষতির ভিডিও ও ছবি সামাজিক নেটওয়ার্কে প্রকাশ করেছেন।Sa mga social network nagbahagi ng mga larawan at bidyo ang mga netizen.
7ব্লগার বাসিল নিয়ানে বন্যাক্রান্ত ডাকারের কিছু এলাকার একাধিক ভিডিও প্রতিবেদন ইউ টিউবে প্রকাশ করেছেন।Sa YouTube ibinalita ng blogger na si Basil Niane ang mga kaganapan sa lungsod ng Dakar na apektado ng baha.
8নিচের এ ভিডিওটিতে তিনি গ্র্যান্ড ইয়োফ জেলার অবস্থা বর্ণনা করেছেন:Sa susunod na bidyo inilarawan niya ang sitwasyon sa distrito ng Grand Yoff:
9ডালিফোরট এবং মারিস্টে জেলার বন্যা পরিস্থিতির বিষয়ে ব্লগার ডিওপয়েব একই ধরণের কাজ করেনঃIbinalita naman ng blogger na si Diopweb ang mga pangyayari sa mga distrito ng Dalifort at Mariste:
10ব্লগার আন্না গুয়েয়ে টুইটারে প্রকাশিত মনোযোগ কাড়া ছবিগুলো নিয়ে একটি সঙ্কলন তৈরি করেন এবং ক্লদ আন্দ্রে কোলে অন্যান্য অঞ্চলের অধিবাসীদের দুর্দশা মোকাবেলার কথা তুলে ধরেনঃSamantala inipon naman ni Anna Gueye sa kanyang blog ang mga kamangha-manghang litrato mula sa Twitter. Sinalaysay naman ni Claude André Coly ang mga paghihirap ng mga residente doon:
11আমাদের সুত্রগুলো জানায় শহরে রবিবার রাত থেকে প্রায় ১৪০ মিঃ মিঃ বৃষ্টি হয়েছে, হাজারও মানুষ দুর্গত, সোরাহ, কেউর নিয়াং, ডারু মিনামে, গারে বোন্ডাউ, ডামে এবং দডারু খুদুস জেলা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত।Sa lungsod, kung saan sinasabing umabot ng 140mm ang dami ng ulan na bumuhos noong araw ng Linggo, at libu-libo ang apektado. Ang mga distrito ng Sourah, Keur Niang, Darou Miname, Gare Boundaw, Ndame at Darou Khoudoss ang nagtamo ng pinakamalaking pinsala.
12এমনকী বড় মসজিদও রেহাই পায় নি। ভবনে জল প্রবেশ করে ভবনকে ক্ষতিগ্রস্ত করেছে।Damay pati ang moske, pinasok ng tubig ang gusali at winasak ang mga kagamitan.
13ডিপয়েবের তোলা ডালিফোরটের বন্যার ছবি।Pagbaha sa Dalifort. Litratong kuha ni Diopweb
14তিনি বলেন:Dagdag pa niya:
15Gawa ng short circuit, nawasak ang mga kagamitan sa isang paggawaan sa Khaira.
16শর্ট সার্কিট হয়ে খাইরাতে একটি কারখানা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।Tinangay naman ng tubig ang 800 manok ng isang manukan sa Ocass [..]
17অকাস বাজারে ৮০০ মুরগীর একটি খামার জলের তোড়ে ভেসে গেছে [..] ইতোমধ্যে তাইফের মত বাকে, প্যালেইনে, গাউয়ানে, রুট দ্যো কায়েল ও এসকালে জেলা জলমগ্ন হয়েছে।Samantala sa siyudad ng Mbacké, lubog sa baha ang mga distrito ng Pallène, Gawane, Route de Kaël at Escale, pati na ang Taif, kung saan bumuhos ang ulang umabot sa 149.
18তাইফে ১৪৯ মিঃ মিঃ বৃষ্টি হয়েছে।6mm.
19অনেক টুইটার ব্যবহারকারী আরও অনেক ক্ষয়ক্ষতির ঘটনা টুইটারে প্রকাশ করেছেন:Ibinalita naman ng mga internet user ang lawak ng pinsala sa Twitter:
20@ড্যামন্দিয়ায়ে: (ডামিস্টো) #কোয়েস্ট ফরিয়ে # কেবেটু তে গাড়ী বন্যার জলে ভাসছে http://t.co/riNBDjMHMga sasakyan, lumulutang sa tubig-baha sa #OuestFoire #kebetu http://t.co/riNBDjMH
21পুনঃ টুইট @ ডিপয়েব: Débordement d'un des lacs aux Maristes yfrog.com/h3kbqbfij # ইন্নোন্ডেশন২৬ এআউট #ডাকার #কেবেটু #সেনেগাল@diopweb: Lawa sa Mariste, umapaw http://t.co/NaqkSL3D #Inondation26Aout #Dakar #Kebetu #Senegal
22@ ডিপয়েব: মারিস্টে তে একটি লেকের জল উপচে পরা http://t.co/NaqkSL3D # ইন্নোন্ডেশন২৬ এআউট #ডাকার #কেবেটু #সেনেগালDulot ng matinding pinsala, nagdesisyon si Pangulong Sall na umuwi ng bansa mula sa kanyang opisyal na pagbisita sa Timog Aprika.
23এ মাত্রার বিপর্যয়ের কারণে রাষ্ট্রপতি সাল তাঁর দক্ষিন আফ্রিকা ভ্রমণ সংক্ষিপ্ত করেন।Nagwelga naman sa Dakar ang ilang mamamayan dahil anila, naging matagal ang usad ng tulong na ipinapaabot ng gobyerno.
24বন্যায় ক্ষতিগ্রস্তরা কর্তৃপক্ষের দেরিতে পদক্ষেপ গ্রহণের প্রতিবাদে ডাকারে বিক্ষোভ প্রদর্শন করেন।‘Di umano gumamit pa ang mga otoridad ng tear gas upang buwagin ang mga nagpoprotesta.
25বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস প্রয়োগ করা হয়। জনগণের ক্ষোভের কারন সম্পর্কে মালিকু দিয়ায়ে ব্যখ্যা করেনঃIpinaliwanag naman ni Malickou Ndiaye kung bakit ganoon na lamang ang galit ng mga tao:
26বাড়ীঘর বিধ্বস্ত, দেওয়াল ধ্বংশপ্রাপ্ত, ফিলিপ মগুলেনে সেঙ্গর দ্যো ইয়োফ হাসপাতাল বন্যাক্রান্ত, অসুস্থদের উদ্ধার প্রাধান্য পেয়েছে, রাস্তা বন্ধ; আবর্জনা এদিক-সেদিক সর্বত্র।Nawasak ang mga tahanan, tuluyang nagiba ang mga pader, binaha ang Philipe Maguilène Senghor de Yoff Hospital, inilipat ang mga maysakit, hindi naman madaanan ang mga kalsada, maraming tao ang lumusong sa baha.
27পারসেল্লেস জেলা থেকে খার ইয়াল্লা জেলার ইয়োফ থেকে গ্র্যান্ড- ইওফের রাস্তার দৃশ্য খুব একটা সুখকর নয়।Sa pagbiyahe mula Yoff patungong Grand-Yoff, hindi maipinta ang pagkawasak sa mga distrito ng Parcelles Assainies at Khar Yalla.
28এক অবর্ণনীয় অবস্থা জনগণকে তাঁদের তিক্ত ক্রোধের বইপ্রকাশ ঘটাতে রাস্তায় নামতে বাধ্য করেছে, জনগণ টায়ার পোড়ায় কারন হিসেবে তাঁরা বলে যে কর্তৃপক্ষ বন্যার জল সরানোর নূন্যতম উদ্যোগও গ্রহণ করে নি।Ito ang dahilan ng matinding galit ng mga residente dito. Sinunog nila ang mga gulong ng mga sasakyan, dahil ayon sa kanila, walang ginawa ang mga otoridad upang humupa ang tubig-baha.