Sentence alignment for gv-ben-20120602-27471.xml (html) - gv-fil-20120604-939.xml (html)

#benfil
1ভারত: কলকাতা স্লাটওয়াক আন্দোলনে যোগ দিলোIndia: Sumali ang Kolkata sa “SlutWalk” Kilusan
2এই পোস্ট আমাদের স্লাটওয়াক ২০১১/১২ সংক্রান্ত বিশেষ প্রতিবেদনের অংশ।Itong post na ito ay kasali sa espesyal na coverage namin para sa SlutWalks 2011/12.
3২৪ মে ২০১২ তারিখে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা আনুষ্ঠানিকভাবে স্লাটওয়াক আন্দোলনে যোগ দিলো।Sa 24 Mayo, 2012, Kolkata, yun kapital ng West Bengal sa India, sumali sa SlutWalk kilusan na nangyayari sa boong mundo.
4এদিন গ্রীষ্মের প্রচণ্ড গরমে হাঁস ফাঁস করতে করতে ১০০ নারী-পুরুষ মিছিল করে এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।Mga isang daan na mga batang babae at lalaki nag martsa para sa kilusan kahit sobrang init sa labas.
5সংগঠকরা তাদের ফেসবুক পাতায় শহরে স্লাটওয়াকের প্রয়োজনীয়তা নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন:Yun mga ama ng SlutWalk ipinaliwanag sa Facebook Page nila kung bakit kailangan ng kilusan na ganito.
6স্লাটওয়াক বিশ্বব্যাপী প্রতিরোধ আন্দোলনে পরিণত হয়েছে।Yun SlutWalk ay naging laban na ito sa buong mundo.
7আমরা শুধুমাত্র লন্ডন, প্যারিস, শিকাগোতেই স্লাটওয়াক দেখিনি, দিল্লি, ভূপাল এবং ব্যাঙ্গালোরেও দেখেছি।Hindi lang natin ito nakikita sa London, Paris, Chicago, nakita na rin natin ang SlutWalk sa Delhi, Bhopal at Bangalore!
8আমাদের আনন্দনগরে আমরা কি অস্বীকার করতে পারবো, যৌন নিগ্রহ ও ধর্ষণের শিকার নারী বিদ্রুপ, বিচার ও অপমানের মুখোমুখি হয় না?Pwede pa ba natin sabihin na yun mga biktima ng sekswal na lusob at paggahasa ay hindi pinapag-uuyam at sinisiraan ng puri sa atin “City of Joy”?
9আমরা নিশ্চিন্তে বসে থেকে আমাদের সিস্টেমের দোষ দিয়ে নিজস্ব জীবনধারায় ফিরে যাই না?Masaya na ba tayo na naka upo lang habang nagrereklamo sa tungkol sa sistema natin? Tapos babalik lang tayo sa ordinario na buhay natin?
10এসব কিছু ভেবেই আমরা কলকাতায় স্লাটওয়াকের আয়োজন করেছি।Ito ang dahilan kung bakit gusto namin itatag ng SlutWalk sa Kolkata.
11পোস্টার- স্লাটওয়াক কলকাতাPoster - SlutWalk Kolkata
12ব্লগার খুশনাদ তার ইনসাইট ব্লগে লিখেছেন:Sa blog niya, sumulat si Khusnud:
13… ২৪ মে স্লাটওয়াকের জন্য কলকাতাবাসীদের এগিয়ে আসার সবচেয়ে উপযুক্ত সময়।Oras na para lumabas ang mga Kolkatans para sa “slutwalk” sa Mayo 24.
14আমি আমার সাধারণ জ্ঞানে ভারতে স্লাটওয়াকের উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতা বুঝতে পারি না। তবে ভারতে নারীদের নিরাপত্তা ও অধিকার আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ।Yun utak ko hindi kaya intindihan kung bakit kailangan ng slutwalk sa India pero yun karapatan at pagkaligtas ng mga babae sa India ay lagi kung tinatanong.
15মেয়ে বা নারীদের সংক্ষিপ্ত পোশাক কি তাকে ধর্ষণ করার বার্তা দেয়?Kung kaunti lang ang suot ng babae ibig sabihin ba noon na dapat epanggagahasa siya?
16যদি তাই হয়, তাহলে তিন মাসের শিশু ধর্ষিত হওয়াটাকে আমরা কিভাবে জাস্টিফাই করবো?Kung ganon, di paano natin papawalang-sala yun paggahasa ng mga bata na 3 buwan gulang lang?
17যদি কিছু বিকারগ্রস্ত লোক (সাইকো) বলে, সংক্ষিপ্ত পোশাক তাকে ধর্ষণ করতে অথবা মেয়েটিকে উত্যক্ত করতে উদ্বুদ্ধ করেছে, তখন আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবো যখন কেউ বলে “তার ব্যবহৃত সুগন্ধি আমাকে অত্যাধিক প্ররোচিত করেছে, তাই আমি তাকে ধর্ষণ করেছি।”Kung meron isang sirang ulo ay sasabihin na yun damit ng babae ay dahilan kung bakit niya inabuso yun babae di paano lang kung sabihin niya, “yun pabango niya ay dahilan kung bakit ko inabuso siya”!
18এখানে বার্তাটি হলো নারীরা যে পোশাকই পরেন না কেন, তা যতই অন্যরকম দেখাক, এটা ভেবে নেবেন না যেন, সে আপনাকে ধর্ষণ করার আমন্ত্রণ জানাচ্ছে।Yun mensahe ay kahit anong suot ng babae, kahit pa kagano ka nagpapakita, hindi yun imbitasyon para galawin siya.
19শারিব আলী নামের একজন তরুণদের প্লাটফর্ম পুল-ই-জওয়ান-এ আয়োজন সম্পর্কে বলেছেন:Si Sharib Ali, sa website para sa mga kabataan, inilarawan yun ngnyayari:
20কলকাতার প্রায় ৩০০ নারী, এদের বেশিরভাগই কলেজ ছাত্রী, তারা রাজপথে হেঁটে যা খুশি তাই পোশাক পরার দাবি জানিয়েছেন। এজন্য তাদের যেন স্লাট বা খানকি নামে চিহ্নিত না করা হয়।Sa Kolkata, mga tatlong daan na babae, karamihan mga estudyante sa kolehiyo, lumakad para hingiin yun karapatan nila para suotin kahit anong gusto nila at hindi sila tawagin ng put or “khanki” (yun salita sa bengali).
21তারা পুলিশি বেষ্টনির মধ্যে থেকে জনাকীর্ণ রাস্তায় হেঁটেছেন, দর্শকদের আনন্দিত করেছেন।Nag martsa sila sa mga masikip na kalye habang protektado ng pulis.
22এতে সম্ভবত ‘ভদ্রলোকীয়' আবেগ ছোট্ট একটা হোঁচট খেয়েছে।Siguro yun “Bhodrolok” na kulo-kulo ay na saktan kahit kuunti.
23আমার ধারণা, এটা যথেষ্ঠ সময়োপযোগী ছিল।Pero siguro naman may halaga.
24স্লাটওয়াক কলকাতা ২০১২।SlutWalk Kolkata 2012.
25ছবি ফেসবুক গ্রুপের পাতা থেকে নেয়া হয়েছে। অনুমতি নিয়ে ব্যবহৃত।Yun litrato galing sa Facebook page at ginamit may pahintulot.
26কৌস্তভ সেনগুপ্ত ইনজেনে কয়েকটি বিষয় তুলে ধরেছেন, কলকাতার স্লাটওয়াকে শুধু নারীরাই আসেন নি। এতে পুরুষদের সক্রিয় অংশগ্রহণ ছিল।Kaustav Sengupta sa Ingene, sinabi na yun SlutWalk Kolkata ay hindi lang para sa mga babae pero marami rin mga lalaki na sumali sa kilusan, yun iba rin mga biktima ng sekswal na lusob.
27এদের মধ্যে কিছু আবার যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন।Marami rin mga lalaki nag martsa kasama ng mga babae sa SlutWalk.
28স্লাটওয়াকে দেখা গেছে, নারীদের পাশাপাশি পুরুষরা ছিলেন।Said Somek, naghahangad artista, sumali sa kilusan at sabi, “Hindi naman ito tungkol sa kasarian.
29সাঈদ সোমেক নামের একজন যশোপ্রার্থী অভিনেতা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, “এটা লৈঙ্গিক ব্যাপার নয়।
30এখানে একটা বার্তা দেয়া হচ্ছে যে, দয়া করে আমরা কী পরেছি, সেটা দিয়ে বিচার করবেন না।”Ang mensahe dito ay: huwag mo akong siraan ng puri dahil lang sa suot ko.”
31স্লাটওয়াক কলকাতা ২০১২।SlutWalk Kolkata 2012.
32ছবি স্লাটওয়াক কলকাতা কমিউনিটি পাতা থেকে নেয়া হয়েছে।Yun litrato galing sa SlutWalk Kolkata Community Page.
33অনুমতি নিয়ে ব্যবহৃত।Ginamit may pahintulot.
34সংগঠকরা তাদের আয়োজনটিতে সবাইকে অন্তর্ভূক্ত করতে চেয়েছেন এবং তাদের ফেসবুক পাতায় পোস্ট করেছেন:Yun mga ama rin gusta na para sa lahat ng tao yun kilusan at sinabi nila sa Facebook nila:
35নারী-পুরুষ দুই ভাগে ভাগ করা আমাদের অভিপ্রায় ছিল না… এই আন্দোলন শুধুমাত্র নারীর প্রতি জঘন্য অপরাধের বিরুদ্ধে না… এ আন্দোলন সবার… শুধুমাত্র নারীরা কিভাবে প্রান্তিক হয়ে যাচ্ছে, সেটা নিয়ে নিয়মিত পোস্ট হচ্ছে, বিতর্ক হচ্ছে… সমতা বিধান নিয়ে আপনি কিছুই বলছেন না, কিন্তু ক্ষমতা হস্তান্তর নিয়ে বলছেন… এটা আমাদের মাথায় থাকলে আমরা এই মিছিলের আয়োজন করতাম না… আমরা যেকোনো মানুষ তিনি যেই লিঙ্গের হোন না কেন, তার ভুল উপস্থাপন, অপবাদ/নিগ্রহ/উত্যক্ত করার বিষয়টি লৈঙ্গিক প্রান্তিকতা এবং তা বাঁধাধরা ছাঁচের আলোকে সামনে নিয়ে আসতে চেয়েছি।hindi namin gusto na dapat para sa mga lalaki o para sa babae lang ito…itong kilusan na ito ay hindi lang laban sa abuso sa mga babae…itong kilusan na ito ay para sa lahat…pag ang pinapagusapan lang ay kung paano mga babae LANG ay walang karapatan….di wala tayong pinapagusapan tungkol pagkakapantay, ang pinapagusapan lang ay yun paglilipat ng kapangyarihan…hindi natin gingawa ito para doon…ang gusto natin gawin ay magdala ng liwanag sa kasinungalingan sa kasarian, sa siraan ng puri at abuso ng kahit sino dahil sa itsura niya, at sa mga stereotypes ng mga kasarian. Mapayapa yun kilusan.
36মিছিলটি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে।Yun mga estudyante at titser galing sa Jadavpur University ay nasa una ng martsa.
37সামনে থেকে মিছিলটির নেতৃত্ব দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা।Mga aktivista at membro ng mga NGO at pangkalahatang publiko sumali rin sa kilusan.
38যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলটিতে আরো ছিলেন অ্যাকটিভিস্ট, এনজিও কর্মী এবং সাধারণ জনগণ।Nag martsa sila galing sa kampus ng Jadavpur University tapos tumigil sa Triangular Park.
39ট্যাঙ্গুয়াল পার্কে এসে মিছিল শেষ করে প্রতিবাদী কবিতা আবৃত্তি এবং পথ নাটকের আয়োজন করা হয়।Tinapos nila yun kilusan sa pagbasa ng mga tula at gumanap.
40স্লাটওয়াক কলকাতা।SlutWalk Kolkata.
41রেডিফ আইশেয়ারে আপলোডকৃত ভিডিও'র একটি স্ক্রিনশট।Screenshot galing sa bidyo ni Dipak na sa Rediff iShare.
42ভিডিও আপলোড করেছেন দীপক।Yun orihinal na bidyo nandito.
43মূল ভিডিওটি এখানে দেখতে পাবেন।Mga komento galing sa Twitter ay:
44এ আয়োজন নিয়ে টুইটারে কিছু মন্তব্য এসেছে: পিয়ুষ (@সুয়াশপিয়ুষ) কলকাতায় ‘স্লাটওয়াক'-এর আয়োজন করা হয়েছিল।@suyashpiyush: May “SlutWalk” sa Kolkata at yun mga tao nag martsa para suportahan yun kalayaan sa damit.
45পোশাক পরার স্বাধীনতাকে সমর্থন দিতে অনেকে এসেছিলেন।@UsamaKhilji: SlutWalk Kolkata: Mga estudyante sa kolehiyo ay nag martsa sa kalye para labanin yun kultura ng paggahasa.
46উসামা খিলজি (@উসামাখিলজি) স্লাটওয়াক কলকাতা: কলেজ শিক্ষার্থীরা ধর্ষণ সংস্কৃতির প্রতিবাদে রাস্তায় এসেছিল।@potato_wingd: nais ko mas maraming balita sa #kolkata #slutwalk Yun mga iba naman nag tweet ng mga litrato galing sa kilusan:
47অন্যন্যা (@পটেটো_উইঙ্গডি) আশা করি #স্লাটওয়াকের #কলকাতা এপিসোড অনেক বেশি কাভারেজ পাবে। অনুষ্ঠানের ছবি নিয়ে অন্য একজন টুইট করেন:Responsible Charity (@secularcharity): Nag post ako ng 25 litrato sa Facebook sa album na tawag “SlutWalk Kolkata 2012″ http://fb.me/2922lhulT
48রেসপন্সিবল চ্যারিটি (@সেকুলারচ্যারিটি) আমি ফেসবুকে “স্লাটওয়াক কলকাতা ২০১২” শিরোনামে একটি অ্যালবাম পোস্ট করেছি। http://fb.me/2922lhulTPwede mong makita yun iba pang mga litrato galing sa SlutWalk Kolkata dito.
49স্লাটওয়াক কলকাতার আরো অনেক ছবি আপনি এখান থেকে দেখতে পাবেন।Itong post na ito ay kasali sa espesyal na coverage namin para sa SlutWalks 2011/12.