Sentence alignment for gv-ben-20100323-9964.xml (html) - gv-fil-20100317-176.xml (html)

#benfil
1চীন: টুইটারে প্রথম চীনা উপন্যাস?Tsina: Ang Unang Nobelang Tsino sa Twitter?
2ভূতপূর্ব শিক্ষক আর ভূতপূর্ব আমমোক্তার লিয়ান ইয়ু এখন একজন বিখ্যাত ব্লগার যিনি চীনের রাজনীতির ব্যাপারে মন্তব্য করেন। তিনি তার ব্লগে ঘোষণা দিয়েছেন যে তিনি এই মাসে টুইটারে একটা উপন্যাস শুরু করছেন, যার নাম ২০২০।Inilahad ng isang dating guro at dating prokurator na ngayon ay isa nang tanyag na blogger at komentaristang pulitikal sa Tsina na Lian Yue sa kanyang blog na siya ay nagpasimula ng isang nobela, na pinamagatang 2020 sa Twitter ngayong buwan.
3ব্লগের লেখা অনুসারে, এই উপন্যাস ২০২০ সাল পর্যন্ত চলবে।Ayon sa kanyang blog, magtatagal ang nasabing nobela hanggang sa taong 2020.
4আমি যতদূর জানি (আর দয়া করে বলবেন আমি যদি ভুল বলি), এটা প্রথম চীনা উপন্যাস টুইটারে।Kung hindi ako nagkakamali (kung maaari ay pakitama ako kung ako man ay mali), ito ang kauna-unahang nobelong Tsino na ipapalabas sa Twitter.
5ম্যাট স্টিউয়ার্টকে প্রথম টুইটার লেখক বলা হয় যিনি দ্যা ফ্রেঞ্চ রেভেল্যুশন নামে পূর্ণ দৈর্ঘ একটা উপন্যাস টুইটারে প্রকাশ করেন।Sinasabing si Matt Stewart ang kauna-unahang manunulat na nagpalabas ng isang full-length na pampanitikang nobela, The French Revolution, sa Twitter.
6যখন তিনি তার ‘বিপদজনক' উপন্যাসের জন্য কোন প্রকাশক পেতে ব্যর্থ হন, তিনি এই পথ বেছে নেন।Napagpasyahan niyang gawin ito matapos mabigong makahanap nang maglalahathala para sa kanyang “mapanganib” na nobela.
7কিন্তু লিয়েন ইয়ু এর জন্য, তার অনুপ্রেরণা একেবারেই আলাদা।Ngunit para kay Lian Yue, ang kanyang pagganyak ay medyo naiiba.
8কারন হল:Ito ang dahilan kung bakit:
9এটা বাথরুমে গান করার মতো।Ito ay parang pag-awit habang naliligo.
10আপনি যখন আরাম করবেন, তখন নিজের বিনোদন করবেন; আপনার সৃষ্টিশীলতার আর প্রকাশের ইচ্ছা আছে।Kapag ikaw ay panatag, malilibang mo ang iyong sarili; mayroon kang silakbo ng damdamin para sa pagiging malikhain at pagpapahayag.
11বাথরুমে গান করাকে প্রকাশ করা যায়না।Hindi dapat malathala ang pagkanta habang naliligo.
12যারা এটা শুনবেন তারা কষ্ট পেতে পারেন।Ang sinumang makakarinig noon ay maaaring magdusa.
13কিন্তু যে ব্যক্তি ধোঁয়াটে বাথরুমে আরাম করছে, সে তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ভয়ঙ্কর কঠোর পরিবেশে, সৃষ্টিশীলতা ধীরে ধীরে মারা যাবে।Ngunit para sa isang lalaki na nililibang ang kanyang sarili sa mahamog na banyo, hindi niya magagawang pigilan ang kanyang sarili.
14শব্দের দ্ব্যর্থকতা আর বিভিন্নতার মানে অপরাধের সাক্ষ্যের মতো এটাকে সহজেই ঘুরিয়ে ফেলা যায়।
15কারণ সৃষ্টিশীলতা আত্মহত্যার সামিল তাই কেউ এর প্রতি নিবেদিত না।Mas mainit ngayon ang panahon; hindi na natin kailangan pang magsuot pa ng makakapal na damit.
16শব্দের অবনতি হয়েছে নিয়মিত সমালোচনা আর বিচারের পর্যায়ে।Mas malamot na ngayon ang lupa; maaaring mapanatili nito ang bakas ng iyong paa.
17আবহাওয়া এখন গরম, আমাদের মোটা কাপড় এখন আর পরতে হচ্ছে না।Ito'y parang punla na umuusbong mula sa isang bitak.
18মাটি এখন নরম, আপনার পায়ের চিহ্ন ধরে রাখা যাবে। এটা অনেকটা ফাটল দিয়ে চারা বের হওয়ার মতো।Sa yugtong ito, aasa ang pagkamalikhain sa angkin nitong kalabuan, upang makatakas sa mga paratang at nang maipagtanggol ang sarili.
19এই পর্যায়ে, সৃষ্টিশীলতা নির্ভর করে এর দ্ব্যর্থকতা আর বিভিন্নতার উপরে সমালোচনা থেকে বেঁচে নিজেকে বাঁচাবার জন্য।
20এটা যেন অন্য কারো কাছে নিজের ভালোবাসার কথা এমন ভাবে জানান যে আপনাকে না বললেও আপনি লজ্জিত হবেন না।Ito'y parang pagpapahayag ng iyong pag-ibig sa ibang tao, ngunit hindi ka makakaramdam ng hiya kung ikaw man ay tatanggihan.
21তবে, এটা কোন প্রেম কাহিনি না।Subalit hindi ito isang pag-iibigan.
22কেউ জানেনা ব্যাথাটা কোথায় লুকিয়ে আছে।Walang nakakaalam kung saan nagkukubli ang kirot.
23আপনি অসাবধান হলে, ব্যাথা পাবেন।Kung magiging pabaya ka, masasaktan ka.
24কিন্তু আপনি যদি শুধু অভিনয় করেন মাতাল আর পাগল হওয়ার, এটা আপনার শৈল্পিক চিন্তার জন্য খারাপ হবে।Ngunit kung magpapanggap ka lang na ikaw ay galit at lasing, magiging masama ito sa iyong mala-sining na pag-iisip.
25যদি লি বাই আর হুয়া সু [প্রাচীন চীনা কবি আর ক্যালিগ্রাফার] সাহস না করতেন মাতাল হওয়ার, তারা তাদের আসল প্রাণশক্তি হারাতেন।Kung hindi nagpakalasing sina Li Bai at Huai Su [mga sinaunang manunula at tagasulat], hindi nila maiwawala ang kanilang kalakasan.
26ধরুন কাউকে অত্যাচার করে পানিতে চেপে ধরা হল।Ipagpalagay na natin na ang isang tao ay pinahihirapan at inilulubog sa tubig.
27যখন তার দম বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু নিশ্বাস নেয়ার একটা সুযোগ সে পাচ্ছে, তখন নিশ্বাস নেয়া তার একমাত্র চিন্তা হবে।Kapag hindi na siya makahinga, at makakita siya ng pagkakataong huminga, ang paghinga na lang ang kanyang iisipin.
28যখন সে স্বাভাবিকভাবে নিশ্বাস নিতে পারবে, তখন নিশ্বাসকে সে অবহেলা করবে।Kapag humihinga siya ng normal, makakalimutan na niya na siya ay humihinga.
29সে তখন অন্য বিনোদন খুঁজবে।Maghahanap siya ng ibang mapaglilibangan.
30টুইটারে থাকলে আমার এমন অনুভব হয়।Nararamdaman ko ito kapag nasa Twitter ako.
31সৃষ্টিশীল আর উদ্যোক্তাদের জন্য, ওখানে আমাদের দেখা হবে।Para sa mga malikhain at negosyante, magkita tayo doon.
32আপনি যদি চাইনিজ পড়তে পারেন, আপনারা টুইটার. কম/লিয়ানহুয়া (হ্যাশট্যাগ #লি২০২০) (twitter.com/lianyue) (hashtag #ly2020) তে উপন্যাসটি পড়তে পারবেন।Kung nakakabasa ka ng Intsik, maaari mong sundan ang nobela sa twitter.com/lianyue (hashtag #ly2020).