# | ben | fil |
---|
1 | ফিলিপাইনসঃ টুইটারে আলোচিত হ্যাপী রিজাল ডে, সমালোচনার মুখে পড়েছে | “Happy Rizal Day” – Naging Bagay Na Pinagtatalunan Sa Twitter |
2 | ৩০ ডিসেম্বরে #হ্যাপি রিজাল ডে (সুখী রিজাল দিবস) টুইটারে এক আলোচিত বিষয়ে পরিণত হয়। এই দিবসটি ফিলিপাইনসের জাতীয় বীর ডঃ জোসে রিজাল-এর স্মরণে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করা হয়। | Naging masikat na paksa yun hashtag “#Happy Rizal Day” sa Twitter sa Disyembre 30, 2011 - yun araw na namatay yun Pilipino bayani, Dr. José Rizal. |
3 | এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখার কথা যে অনেকে রিজালকে স্মরণ করছে, আবার অনেকে হ্যাপি রিজাল ডে বা সুখী রিজাল দিবস শব্দটি ব্যবহারের কারণে এর সমালোচনা করেছে, কারণ তার মৃত্যর দিনটিতে তাকে এ ভাবে স্মরণ করা হয়। | Pwede sana ito maging mahusay para ma alala ng mga tao si Rizal, pero meron mga tao na nagalit sa kasabihan na “Happy Rizal Day” para y pa alala yun araw na namatay siya. |
4 | ইনডায় কায়লা এই কারণে বেদনার্ত যে কিভাবে ফিলিপাইনের কিছু সামাজিক প্রচারণা ব্যবহারকারী ভুল করে এই দিনটিকে জাতীয় এই বীরের জন্মদিবস মনে করেছে। | Sabi ni Inday Kayla, yun mga ibang Pilipino na gumagamit ng social media ay nag kakamali sa isip na kaarawan ni Rizal yun Rizal Day. Ginamit niya ang Twitter para sabihin yun pagkabigo niya. |
5 | ভদ্রমহিলা তার হতাশাকে ব্যক্ত করার জন্য তিনি তার টুইটারের টাইম লাইনের খানিকটা অংশ তুলে ধরেছে:: | The worst, those were just a few. Seeing their tweets makes me faint, it breaks my heart. |
6 | ইন বিটুইন কলামস এটিকে এক পরিহাস হিসেবে আবিষ্কার করেছে যে ফিলিপিনো নাগরিকরা হ্যাপি রিজাল ডে নামক দিনটিতে একে অন্যকে শুভেচ্ছা জানায়, যে দিনে কিনা উপনিবেশিক শাসক রিজালকে গুলি করে হত্যা করে। | I'm pretty sure, your AP/PH teacher feels the same thing, too. And Rizal feels a lot more pain than we do. Truth be told, many Filipinos have disregarded the true meaning of this day, the martyrdom of Dr. Jose P. |
7 | আমার কাছে, #হ্যাপি রিজাল ডে বলার মানে কেবল টুইটার প্রজন্মের ভাসাভাসা ভাবে ফিলিপাইনসের এই জাতীয় বীরকে স্মরণ করা। | Rizal. Nakikita ng In Between Columns yun kabalintunaan na bumati ng “Happy Rizal Day” sa araw na binaril siya ng mga Espanyol na kolonisador: |
8 | তারা এখন আর স্মরণ করতে পারে না যে ৩০ ডিসেম্বর, ১৮৯৬ সালের এই দিনে উপনিবেশিক সেনারা (গুয়ারদিয়া সিভিল) তাকে গুলি করে হত্যা করেছিল। | To me, saying “#Happy Rizal Day” only means the present Twitter generation vaguely remembers Rizal as a Philippine hero. |
9 | | They don't anymore recall that December 30, 1896 was the day the Guardia Civil shot him to death… |
10 | … দেখে মনে হয় ফিলিপিনো নাগরিকরা টুইটার এবং অন্য সব সামাজিক প্রচার মাধ্যম, এই দেশের এই ঐতিহাসিক এই গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করার বিষয়টিকে প্রায় পাল্টে দিয়েছে। | It seems Filipino during the time of Twitter and other forms of social media are more content with mere exchanges of “Happy Rizal Day” to commemorate our country's historic turning points. |
11 | এল লোবো ফিলিপিনো একই আবেগ প্রদর্শন করেছে। | Pareho rin ang iniisip ni El Lobo Filipino: |
12 | এই ধরনের বেশ কিছু সম্ভাষণ আমাকে বলছে যে তারা এই জাতীয় বীরের বীরত্ব এবং দেশের জন্য তার আত্মত্যাগকে উদযাপন করে। | Several of these “greeters” told me that they are celebrating his heroism and what he's done for the country. |
13 | আমি তাদের বলেছি, এটা যদি ঘটনা এই হয়, তাহলে রিজালের জন্মদিনে সম্ভাষণ বিনিময় আরো যথাযথ হওয়া উচিত, যা কিনা ১৯ জুনে পালন করা হয়। আর এ বছর দেশটি এই বীরের ১৫০ তম জন্মদিন উদযাপন করবে। | I told them that if that's the case, then the greetings would have been more appropriate on Rizal's birth date - June 19. And this year, the country did celebrate the hero's 150th birthday. |
14 | এদিকে ড্যানিয়েল ডে লা রোজা, জাতীয় বীর রিজালের জন্য উৎসর্গকৃত দিবস ৩০ ডিসেম্বর থেকে পাল্টে সেটিকে তার জন্মতারিখ অনুসারে ১৯ জুনে করার আহ্বান জানাচ্ছে। | Si Daniel de la Rosa naman, sinabi na dapat baguhin yun Rizal Day, hindi na sa Disyembre 30 pero sa karaawan ni Rizal sa Hunyo 19: |
15 | বেশ, কেউ হয়ত যুক্তি প্রদান করতে পারে যে ৩০ ডিসেম্বর হচ্ছে তার শহীদ হবার দিন, যা বিপ্লবকে আরো বড় এক পরিসর প্রদান করে এবং তার জীবন জুড়ে যে উত্তেজনা ছিল তার সাথে খাপ খেয়ে যায়। | Well, one could argue December 30 is the day of his martyrdom, which inspired the revolution to greater fervor and was a fitting climax to his life. |
16 | আমি মনে করি ১৯ জুন তারিখটিও, এ সব বিষয়কে উপস্থান করে এবং সেই ব্যাক্তির জন্য এটি নিশ্চিত করে যে মহান ফিলিপিনো নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। | I would think June 19 would serve that too and affirm the greatness of a Filipino who rose to such heights. |
17 | এখানে একটা বাস্তবিক তথ্য উল্লেখ করা হল, ১৯ জুন হচ্ছে ফিলিপাইনের বাৎসরিক স্কুল শুরুর দিন এবং রিজালের জীবন নিয়ে সেদিন শ্রেণীকক্ষে আপনি সব ধরনের কর্মসূচি উপস্থাপন করতে পারেন। | On a practical note, June 19 is the start of the school year in the Philippines, and you can weave all sorts of classroom projects around Rizal's life. |