# | ben | ind |
---|
1 | মিয়ানমারের দ্যা ইরাবতীর সাথে গ্লোবাল ভয়েসেসের অংশীদারত্ব | |
2 | মিয়ানমার এখন খুবই সুন্দর একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। | Global Voices Bermitra dengan The Irrawaddy di Myanmar |
3 | কারণ, একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবার জন্য যে সংস্কারের প্রয়োজন সেটা তাঁরা অনুধাবন করছে। | Hari-hari ini menjadi kurun waktu yang menarik untuk Myanmar menuju reformasi menjadi negara demokratis modern. |
4 | তবে মিয়ানমারের জন্য এই রূপান্তর প্রক্রিয়া বেশ কঠিন হবে, যেখানে দেশটি গত পাঁচ দশক ধরে সামরিক শাসনের অধীনে রয়েছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ এই সংস্কারের জন্য দেওয়া চাপ অব্যাহত রাখা। | Sekaligus masa transisi yang sulit bagi sebuah negara yang telah berada di bawah kekuasaan militer selama lima dekade terakhir, tetapi masyarakat internasional harus terus menekan supaya reformasi terjadi. |
5 | নভেম্বর মাসে সেখানে কি একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্ভব হবে? | Akankah berjalan pemilu yang bersih dan adil pada bulan November nanti? |
6 | সেনা পরিচালিত সেদেশের সরকার কি বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাবে? | Akankah pemerintah yang didukung militer terus menyambut investasi asing? |
7 | জাতিগত ও ধর্মীয় সংঘাতের মধ্যেই সেখানে ঐক্য ও শান্তি অর্জনের পরিকল্পনা কি? | Apa rencana untuk mencapai persatuan dan perdamaian di tengah konflik etnis dan agama? |
8 | আজ মিয়ানমারে কী ঘটছে সে সম্পর্কে আমাদের কভারেজ আরও উন্নত করার জন্য সে দেশের বিকল্প সংবাদ সরবরাহকারি নেতৃস্থানীয় মিডিয়া প্রতিষ্ঠান ইরাবতীর সঙ্গে গ্লোবাল ভয়েসেস যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে। | Untuk meningkatkan liputan kami tentang apa yang terjadi di Myanmar saat ini, Global Voices telah bermitra dengan The Irrawaddy, sebuah organisasi media terkemuka di negara yang mengantarkan berita-berita alternatif. |
9 | ১৯৯৩ সালে থাইল্যান্ডে নির্বাসিত বার্মিজ সাংবাদিকেরা ইরাবতী প্রতিষ্ঠা করেন। | The Irrawaddy didirikan pada tahun 1993 oleh wartawan Burma di pengasingan di Thailand. |
10 | তাদের মধ্যে অনেকেই ১৯৮৮ সালের ঐতিহাসিক গণতন্ত্র বিপ্লবের নথিভুক্ত, সাক্ষী এবং সেই বিপ্লবে যোগদানকারী। | Banyak dari mereka yang menyaksikan, mendokumentasikan, dan bergabung dengan pemberontakan demokrasi bersejarah pada 1988. |
11 | ইরাবতী পত্রিকাটি প্রথম স্বাধীন সংবাদ প্রকাশনা, যেটি বর্মি রাজনৈতিক ভিন্নমতাবলম্বী গ্রুপের অননুমোদিত। | Majalah Irrawaddy pertama kali mempublikasikan berita-berita independen yang tidak terafiliasi dengan kelompok-kelompok pembangkang politik Burma. |
12 | এর সমালোচনাধর্মী প্রতিবেদনের কারণে মিয়ানমারের সেনা শাসকগোষ্ঠী পত্রিকাটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং কারও কাছে এর একটি কপি পাওয়া গেলে তাকে তাঁরা গ্রেফতার এবং কারারুদ্ধ করতে পারত। | Karena laporan mereka kritis, majalah itu dilarang oleh rezim militer di Myanmar dan siapa pun yang kedapatan menyimpannya bisa ditangkap dan dipenjarakan. |
13 | ২০০০ সালে ইরাবতী ওয়েবসাইটটি চালু হলে অবিলম্বে মিয়ানমারে তা অবরুদ্ধ করা হয়। পরবর্তী ১১ বছর যাবত দেশটিতে সাইটটিতে বন্ধ ছিল। | Pada tahun 2000, situs The Irrawaddy diluncurkan dan segera diblokir di Myanmar yang kemudian tidak dapat diakses di negara itu selama 11 tahun ke depan. |
14 | ২০১১ সালে মিডিয়া নিষেধাজ্ঞা শিথিল করা হলে মিয়ানমারের ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে অবশেষে ইরাবতী খুলে দেওয়া হয়। | Ketika pembatasan media mereda pada tahun 2011, The Irrawaddy akhirnya dibuat tersedia untuk pengguna internet Myanmar. |
15 | এদিকে, ২০১৩ সালে সারা দেশে পত্রিকাটির মুদ্রণ কপিও চালু করা হয়। | Sementara itu, majalah cetak akhirnya didistribusikan secara legal di seluruh negeri pada tahun 2013. |
16 | প্রতিষ্ঠার শুরু থেকেই নাগরিকদের গণতান্ত্রিক অবস্থার অংশ হিসেবে বিকল্প সংবাদ পরিবেশনে ইরাবতী প্রতিশ্রুতিবদ্ধ। | Sejak didirikan, The Irrawaddy telah berkomitmen untuk menyodorkan kepada masyarakat berita-berita alternatif sebagai bagian dari posisi demokratis. |
17 | গণতন্ত্রের জন্য মুক্ত সংবাদপত্রের অপরিহার্যতায় এটি বিশ্বাসী: | Diyakini pers bebas sangat penting untuk demokrasi: |
18 | গণতন্ত্রের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে এবং ফ্রি মিডিয়া ছাড়া একটি গণতান্ত্রিক সমাজ অসম্পূর্ণ বলে আমরা বিশ্বাস করি। | Kami memiliki keyakinan kuat dalam demokrasi, dan percaya bahwa tanpa pers bebas masyarakat demokratis tidak lengkap. |
19 | পক্ষপাত ও প্রভাব থেকে মুক্ত থেকে স্বাধীন মিডিয়ার বিকাশে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও সংরক্ষণ করা আমাদের কর্তব্য। | Ini adalah tugas kita untuk melindungi dan melestarikan kebebasan pers dan mengembangkan media independen bebas dari bias dan pengaruh. |
20 | গ্লোবাল ভয়েসেস-এর সাথে অংশীদারিত্ব গ্রহণ করে আমরা অত্যন্ত খুশি। মিয়ানমার সম্পর্কে আরো ভালো এবং উদ্দীপক গল্প আমরা পাঠকদের কাছে তুলে ধরব বলে আশা রাখি। | Sebagai bagian dari Global Voices, kami senang melakukan kemitraan ini karena itu kami berusaha untuk memberikan pembaca kami berbagai cerita yang lebih baik dan lebih inspiratif dari Myanmar. |