# | ben | ind |
---|
1 | পাকিস্তান: ড: আফিয়া সিদ্দিকির ঘটনা- এক পর্দায় ঢাকা রহস্য | Pakistan: Kasus Dr. Aafia Siddiqui – Misteri Terselubung |
2 | “আমি আমার রায়ে ড: সিদ্দিকিকে সাজা হিসেবে ৮৬ বছর জেল প্রদান করলাম,” (আফগানিস্তানে মার্কিন সেনা হত্যার প্রচেষ্টায় তার এই সাজা হয়েছে) ২৩ সেপ্টেম্বর, ২০১০ তারিখে কথাগুলো বলেন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় আদালতের (ফেডারেল কোর্ট) ম্যানহাটনের জেলা বিচারালয়ের বিচারক (ডিস্ট্রিক কোর্ট জাজ) রিচার্ড বারম্যান। | “Dengan ini saya nyatakan Dr Siddiqui menerima hukuman penjara selama 86 tahun,” (untuk percobaan pembunuhan petugas AS di Afganistan) putus Hakim Richard Berman, Hakim Pengadilan Distrik AS di Pengadilan Federal di Manhattan pada 23 September 2010. |
3 | পাকিস্তানের নাগরিক ড: আফিয়া সিদ্দিকি এই রায় নাকচ করে দিয়েছেন এই বলে যে, “এ রায়ের বিরুদ্ধে অভিযোগ করা সময় নষ্ট করা মাত্র। | Dr. Aafia Siddiqui, seorang yang berkebangsaan Pakistan, berkata “(naik banding adalah) sia-sia. |
4 | এর বিরুদ্ধে আমি কেবল স্রষ্টার কাছে অভিযোগ করব। | Saya minta naik banding ke Tuhan.” |
5 | এই বিচারের রায় প্রচার মাধ্যমে প্রচারিত হওয়ার সাথে সাথে পাকিস্তানী নাগরিকরা ক্ষোভে ফেটে পড়ে এবং ড: আফিয়া সিদ্দিকির ৮৬ বছরের জেলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার জনতা রাস্তায় নেমে পড়ে। | Segera setelah putusan pengadilan diumumkan lewat media, rasa amarah pun terasa di kalangan warga Pakistan dan ribuan orang turun ke jalan untuk menggelar aksi protes atas hukuman penjara 86 tahun untuk Dr. Aafia Siddiqui. |
6 | এই রায় ঘোষণা করার কয়েক মিনিট পরেই সিদ্দিকির বোন ফউজিয়া তার মাকে সাথে নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি পাকিস্তান সরকারের সমালোচনা করেন যে, সরকার সিদ্দিকিকে পাকিস্তানে নিয়ে আসার যে প্রতিশ্রুতি প্রদান করেছিল, তা পালন করেনি। | Dalam beberapa menit setelah putusan ditetapkan, adik perempuan Siddiqui Fauzia mengadakan konferensi pers bersama ibunya, ia mengkritik pemerintah Pakistan karena ingkar janji untuk memulangkan Siddiqui. |
7 | এই রায়ের কারণে পাকিস্তানের জনতার মাঝে তৈরি হওয়া ক্ষোভের ফলে পাকিস্তান সরকার নিজ দেশে চাপের মুখে পড়ে যায় এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করে, যেন তারা ড: আফিয়া সিদ্দিকিকে পাকিস্তানে পাঠিয়ে দেয়। আফিয়া সিদ্দিকির আঁকা ছবি। | Sebagai hasil dari protes keras publik terhadap hukuman (yang dijatuhkan), pemerintah Pakistan berada di bawah tekanan sampai Menteri Dalam Negeri Rehman Malik meminta AS untuk memulangkan Dr Aafia Siddiqui kembali ke Pakistan. |
8 | তাকে ধরার জন্য এফবিআই তাদের ওয়েবসাইটে যে সমস্ত পোস্টার তৈরি করেছিল এটি সেই ছবি। | Foto Aafia Siddiqui dari poster buronan di situs FBI. |
9 | উইকিমিডিয়ার সৌজন্যে ব্যবহৃত। | Gambar via Wikipedia. |
10 | ড: আফিয়া সিদ্দিকি বাগরামের ভূত বা ৬৫০ নম্বর বন্দি হিসেবেও পরিচিত। প্রচার মাধ্যম ২০০৭ সালে তার রহস্যজনক অন্তর্ধানের বিষয়টি সবার মনোযোগে আনলে তিনি হাজার হাজার পাকিস্তানীর স্মৃতির মাঝে চলে আসেন। | Dr. Aafia Siddiqui, yang juga dikenal hantu Bagram (Bagram adalah penjara atau pusat tahanan milik AS di Afganistan, klik di sini[en] untuk keterangan lebih lanjut. |
11 | সিদ্দিকি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনিস্টিটিউট অফ টেকনোলজি নামক প্রতিষ্ঠান থেকে জীন বিদ্যার উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন। | -Penerjemah) atau Tahanan nomor 650, telah menghantui ingatan ribuan warga Pakistan sejak media menyadari absennya secara misterius pada tahun 2007. |
12 | ২০০৩ সালের মার্চ মাসে তিন সন্তান সহ সিদ্দিকি পাকিস্তানের করাচি থেকে রহস্যজনকভাবে হারিয়ে যান। | Siddiqui menyelesaikan studi doktoralnya di bidang genetika di Institut Teknologi Massachusetts-Massachusetts Institute of Technology, di AS. |
13 | যখন ব্রিটিশ বন্দি মোয়াজ্জেম বেগ তার বই “দি এনিমি কমব্যাটান্ট”-এ সিদ্দিকির কথা উল্লেখ করেন, তখনই সারা বিশ্বের মানবাধিকার সংস্থা এবং কর্মীরা বিষয়টির উপর মনোযোগ প্রদান করে। | Pada bulan Maret 2003, ia raib secara misterius dari Karachi bersama ketiga anaknya. Setelah tahanan asal Inggris Moazzam Begg menyebut namanya di bukunya “The Enemy Combatant”, Organisasi Hak Azasi Manusia dan aktivis seluruh dunia baru menyadari hal ini. |
14 | ব্রিটিশ সাংবদিক ইভোন্নে রিডল ৬ জুলাই ২০০৮ তারিখে এক পাকিস্তানী মহিলার জন্য সাহায্যের আবেদন জানান। সাংবাদিক এই ভদ্রমহিলা বিশ্বাস করতেন যে পাকিস্তানী মহিলাকে আমেরিকানরা চার বছর ধরে আফগানিস্তানের বাগরাম তাদের নিজস্ব বন্দিশালায় বিচ্ছিন্ন অবস্থায় আটকে রেখেছে। | Pada 6 Juli 2008, seorang jurnalis dari Inggris Yvonne Ridley, memohon bantuan untuk seorang wanita Pakistan yang ia yakini diisolasi oleh Amerika Serikat di pusat tahanan Bagram di Afganistan, selama lebih dari empat tahun. |
15 | সংবাদ অনুসারে ড: আফিয়ার ১২ বছর বয়স্ক সন্তান আহমেদকে আফগানিস্তান অবস্থিত মার্কিন সামরিক বন্দিশালায় কয়েক বছর আটকে রাখার পর তার খালা ফউজিয়ার কাছে ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে হস্তান্তর করা হয়। | Menurut laporan, Ahmed yang berusia 12 tahun (anak lelaki Dr Aafia) dititipkan pada tantenya Fauzia Siddiqui di bulan September 2008 setelah bertahun-tahun dipenjara di basis militer AS di Afganistan. |
16 | পরে প্রচার মাধ্যম সংবাদ প্রদান করে যে ফাতিমা নামের একটি ছোট্ট মেয়েকে সিদ্দিকির বোনের বাসার সামনে রেখে যাওয়া হয়। এই মেয়েটির ডিএনএ আহমদের (ড: আফিয়ার ছেলে) ডিএনএর সাথে মিলে যায়। | Lalu terdengar juga, laporan media bahwa seorang gadis kecil bernama Fatima, diturunkan di depan rumah kakak perempuan Siddiqui dan asam deoksiribonukleat (DNA) gadis kecil tersebut cocok dengan milik Ahmed (anak lelaki Dr Aafia). |
17 | এদিকে পাকিস্তানের এক সংসদ এবং সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান (সিনেট স্ট্যান্ডিং কমিটি) তালহা মাহমুদ “একটি সামরিক কারাগারে ঠান্ডা, অন্ধকার কক্ষে শিশুদের সাত বছর আটক রাখার জন্য যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন”। | Sementara Senator Pakistan dan ketua Komite Senat Pakistan Dalam Negeri, Senator Talha Mehmood, “memprotes AS karena memenjarakan anak kecil di sel penjara militer yang dingin, gelap selama tujuh tahun.” |
18 | দুটি সন্তানের ফিরে আসার পর আফিয়ার পরিবার আশা করেছিল যে শীঘ্রই সে ফিরে আসবে এবং তারা আফিয়ার নিরাপত্তার জন্য সবসময় পাকিস্তান সরকারের সাথে যোগাযোগ বজায় রেখেছিল, কিন্তু আফিয়ার ৮৬ বছরের জেল হবার সংবাদে তাদের সকল আশা ধুলায় মিশে গেছে। | Setelah kedua anaknya kembali, keluarga Aafia mulai berharap bahwa Aafia juga akan pulang dan kembali menjalin kontak dengan pemerintah Pakistan untuk menjamin keselamatannya. Namun semua harapan mereka pupus ketika mendengar berita bahwa Aafia dihukum penjara selama 86 tahun. |
19 | এই বিষয়ে পাকিস্তানী প্রচার মাধ্যম এবং ব্লগারদের এক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে দাবি করে যে আফিয়া এক অন্যায়ের শিকার অন্যদিকে অনেকে মনে করেন এই ঘটনায় থেকে সামাজিক ন্যায়বিচারের মূল্যবোধ সম্বন্ধে শিক্ষা লাভ করা উচিত। | Narablog dan media Pakistan menanggapi isu ini dengan reaksi yang berbeda-beda, beberapa berpendapat bahwa Aafia adalah korban ketidakadilan sementara yang lainnya memandang insiden ini sebagai contoh pelajaran untuk memahami nilai keadilan sosial. |
20 | এক্সপ্রেস ব্লগে শওকত হামদানি লিখেছে: | Shaukat Hamdani menulis di Express Blog: |
21 | “এ ব্যাপারে আন্তর্জাতিক প্রচার মাধ্যম যে সংবাদই আসুক না কেন, বিষয়টি পরিষ্কার করা দরকার যে ড: আফিয়া বিরুদ্ধে কখনো সন্ত্রাসবাদের কোন অভিযোগ করা হয়নি। | |
22 | তার বদলে ২০০৮ সালে মাঝামাঝি সময়ে তার বিরুদ্ধে রাইফেল দ্বারা যুক্তরাষ্ট্রের এক ওয়ারেন্ট অফিসারকে অপহরণ অভিযোগ করা হয়। | “Apapun yang ditulis di kalangan media internasional, hal yang harus ditegaskan adalah Dr Aafia bukanlah seorang teroris. |
23 | সে সময় আফিয়া জিজ্ঞাসাবাদের জন্য তাকে আফগানিস্তানের গজনী প্রদেশে বন্দি করে রাখা হয়েছিল একই সাথে তারা বিরুদ্ধে এফবিআই-এর এজেন্ট এবং সামরিক বাহিনীর কর্মীর উপর গুলি করার অভিযোগ আনা হয়। | Tepatnya ia mengambil tanpa ijin senjata seorang petugas AS pada pertengahan 2008 ketika ia sedang ditahan dalam sesi tanya jawab di propinsi Ghazni di Afganistan dan menembakkannya pada agen FBI dan satuan militer. |
24 | তবে কর্মীদের কেউ তাতে গুলিবিদ্ধ হয়নি। | Meskipun begitu, tidak satupun dari mereka tertembak. |
25 | এরপর থেকে আমেরিকার প্রচার মাধ্যম তার নাম দেয় “লেডি আল কায়েদা” (মহিলা আল কায়েদা), যে নামের সে মোটেও যোগ্য নয় এবং যা অবশ্যই বিচারককে প্রভাবিত করেছে। | Ini sebabnya pemberian nama julukan untuk Aafia oleh media Amerika ‘Lady al-Qaeda' sangatlah tidak pantas dan sudah pasti mempengaruhi keputusan juri. |
26 | এখানে যে বিষয়টি বেদনাদায়ক যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম এক সহযোগী হওয়া সত্ত্বেও এ ব্যাপারে আমাদের সরকার কোনকিছু করতে সমর্থ হয়নি এবং পাকিস্তানের এক নাগরিকের উপর এ রকম এক ঘটনায় তারা কেবল আবেদন জানিয়েছে”। | Yang menyedihkan adalah sebagai sekutu inti Amerika Serikat dalam memerangi teror, pemerintah kita tidak berhasil meraih apapun, dan perlakuan yang diberikan kepada seorang warga negara Pakistan sangatlah memuakkan.” |
27 | ফয়সাল কাপাডিয়া লিখেছে: | Faisal Kapadia menulis: |
28 | কেউ অস্বীকার করতে পারবে না যে বাগরামে তার সাথে যে আচরণ করা হয়েছে তা খুবই বাজে, কিন্তু পাকিস্তানী সরকার কি এমন একজনের মুক্তি নিশ্চিত করার চেষ্টা করতে পারে যে কিনা যুক্তরাষ্ট্রের এক আদালতের প্রচেষ্টায় এবং বিচারে আসামিতে পরিণত হয়, এক্ষেত্রে তারা হাস্যস্পদে পরিণত হয়েছে, বিশেষ করে যদি ব্যক্তিটির কথা বিবেচনা করা হয়, যে কিনা যুক্তরাষ্ট্রের একজন নাগরিক। | Tidak seorangpun yang dapat membantah bahwa perlakuan yang diterimanya (Aafia) di Bagram adalah suatu penghinaan tapi hal tentang pemerintah Pakistan bisa mewujudkan pembebasan seorang individu yang telah ditahan dan dihukum oleh pemerintah AS adalah lelucon yang amat lucu. Terutama jika orang yang bersangkutan adalah warga AS. |
29 | বেনিশ আহমেদ এই বিষয়ে বিবেচনা করার মত কিছু যুক্তি উল্লেখ করেছে: | Beenish Ahmed menyebutkan beberapa poin untuk dipikirkan: |
30 | “সিদ্দিকার ঘটনা কিছু পাকিস্তানিকে ভাবতে বাধ্য করেছে সামাজিক বিচারের বাইরে সামাজিক ন্যায়বিচারের বিষয়টি। | “Kasus Siddiqui telah menarik perhatian beberapa warga Pakistan untuk melihat lebih jauh jangan hanya dari penilaian sosial tapi lebih kepada isu keadilan sosial. |
31 | সিদ্দিকির ব্যক্তিগত ঘটনার বাইরে তার গ্রেফতার হবার কৌতুহল জনক বিষয়টি এবং প্রমাণের মধ্যে যে ফাঁক তা পাকিস্তানে যে আমেরিকা বিরোধী যে আবেগ তাকেই বহন করতে থাকার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।” | Lepas dari cerita pribadi Siddiqui, kenyataan mencurigakan mengenai penangkapannya dan lubang dalam bukti yang disimpan menjadi tameng untuk melancarkan sentimen anti-Amerika di Pakistan.” |
32 | এই বিষয়ে পশ্চিমা লেখকদের দৃষ্টিভঙ্গি একই রকম গুরুত্বপূর্ণ যারা পশ্চিমা আদালতের বিচার ব্যবস্থা নিয়ে বিতর্কে লিপ্ত আফিয়া সিদ্দিকির উপর আরোপ করা অভিযোগ এবং তার শাস্তির ধরনের কারনে বিতর্কে লিপ্ত। | Pandangan penulis barat sama signifikannya dalam isu ini mereka berdebat mengenai sistem keadilan di pengadilan AS atas tindakan kriminal yang dituduhkan pada Aafia Siddiqui dan hukuman yang pantas diberikan. |
33 | স্টিফেন লেন্ডমেনস-এর সংবাদ অনুসারে: | Menurut laporan Stephen Lendman: |
34 | “আফিয়ার ঘটনা আমেরিকার বিচারকার্যের অন্যতম এক বাজে উদাহরণ, আদালতের বীভৎস অপব্যবহার এবং এক অন্যায়, এতে চূড়ান্ত উত্তেজনা প্রদান করা হয়, তাকে ভার্চুয়াল বা মাত্রাতিরিক্ত জেল প্রদান করার মধ্যে দিয়ে, তাকে এমন এক অপরাধের জন্য শাস্তি প্রদান করা হল, যা সে কখনোই করেনি” | “Kasusnya adalah salah satu contoh kasus mengerikan tentang penyiksaan dan ketidakadilan yang parah, klimaksnya adalah hukuman yang ia terima atas kejahatan tak pernah ia lakukan.” |
35 | হিউস্টন ক্রিমিনাল লইইয়ার-এর জন ফ্লয়েড এবং বিলি সিনক্লিয়ার বলছেন, শাস্তি হিসেবে এত দীর্ঘ সময় জেল, প্রয়োজনের চেয়ে বেশী, নিষ্ঠুর এবং অর্থহীন: | Dalam Houston Criminal Lawyer, John Floyd dan Billy Sinclair mengatakan bahwa hukuman penjara yang ganjil tersebut lebih tidak penting, kejam, dan tidak biasa: |
36 | ““বিচারক বারম্যান তাকে যে ৮৬ বছরের জেল দিয়েছে তার প্রয়োগ প্রায় অনিশ্চিত এবং ক্রমাগত চালিয়ে যাওয়া অত্যাচারের মত নিষ্ঠুরতা… বিষয়টি লজ্জাজনক। | “Hukuman penjara 86 tahun yang dijatuhkan padanya oleh Hakim Berman sangatlah tidak beralasan dan kejam dan kekejaman yang terus berlangsung dari penyiksaan itu.. |
37 | এবং তার মামলা, আমাদের অপরাধ বিচার পদ্ধতির ক্ষেত্রে এক ক্ষত হয়ে থাকবে এবং যতক্ষণ না সে ছাড়া পাবে ততক্ষণ সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের সুনাম কলঙ্কিত হয়ে থাকবে” | Ini memalukan, dan kasusnya akan terus mencoreng sistem keadilan hukum dan reputasi Amerika Serikat di seluruh komunitas dunia sampai ia dibebaskan.” |
38 | ড: আফিয়ার সাইটে রাখা একটি পোস্টার | Sebuah poster dari Dr. Aafia |
39 | ইভোন্নো রিডল তার সম্প্রতি কাউন্টারকারেন্টস. অর্গে “আজ আফিয়া, কাল আমেরিকার যে কোন নাগরিক” শিরোনামে একটি পোস্ট লিখেছেন”: | Yvonne Ridley menulis dalam sebuah pos terbaru di Countercurrents.org yang berjudul “Aafia Today, U.S. Citizens Tomorrow-Aafia Hari Ini, Warga AS Esok”: |
40 | পাকিস্তান সরকারের উচিত অতি দ্রুত আফিয়ার স্বদেশ প্রত্যাবর্তন এবং দ্রুত তা কার্যকর করার দাবী করা। | Pemerintah Pakistan sekarang perlu menuntut kepulangan Aafia secepatnya. |
41 | পাকিস্তানের কন্যাকে তার হাতে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে, যুক্তরাষ্ট্রের মুখ বন্ধ করা, পিছিয়ে যাওয়া এবং অপমানিত হবার প্রয়োজনা রয়েছে। | AS sebaiknya tutup mulut, mundur, dan tunjukkan sedikit rasa malu dengan memulangkan Anak Perempuan Pakistan. |
42 | খানিকটা সৌভাগ্যের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের নিরপরাধ নাগরিকরা বিদেশে ভ্রমণ করে, তারা এই রকম আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হবে না। | Dan dengan sedikit keberuntungan, warga AS tidak berdosa yang berjalan ke luar negeri tidak perlu repot menghadapi dampak dari kasus pelanggaran internasional hukum dan hak azasi manusia ini. |
43 | ড: আফিয়ার ঘটনা শুরু থেকে রহস্যজনক, কিন্তু একজন নাগরিক বা কোন রাষ্ট্র হিসেবে যদি আমরা এ রকম ঘটনা এড়িয়ে যেতে থাকি তাহলে তা পাকিস্তানের নিখোঁজ যাওয়া লোকেদের তালিকা বৃদ্ধি করবে এবং সমাজে বিশৃঙ্খলার পরিমাণ বাড়িয়ে দেবে। | Kasus Dr. Aafia merupakan kasus misterius sejak awal tapi sebagai warga negara atau sebagai negara bila kita terus mengabaikan kasus seperti ini, maka hanya akan meningkatkan daftar orang hilang di Pakistan dan memicu kekacauan dalam masyarat. |