# | ben | ind |
---|
1 | রাশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী নিরাপদ সেলফির স্বপক্ষে কথা বলছে | Selfie Aman Menurut Pemerintah Rusia |
2 | রুশ সরকার চায় আপনি নিরাপদে সেলফি তুলুন! ছবি মিশ্রণ তেতইয়ানা লোকোট-এর। | Pemerintah Rusia ingin selfie aman Gambar oleh Tetyana Lokot |
3 | আমাদের পাঠকেরা হয়ত ভাবতে পারেন যে সেলফি হচ্ছে মজার এক বিষয় যা কোন ব্যক্তি নিজের ছবি তোলার ক্ষেত্রে থাকে ব্যবহার করে থাকে, অথবা অন্তত বিষয়টি বিরক্তিকর, কিন্তু সাধারণত ধরা হয় এটা সময় কাটানোর এক নিরীহ উপায় (যদি না কেউ একজন সেই সেলফি একেবারে আপনার মুখের কাছে দোলাতে থাকে!)। | Anda mungkin berpendapat selfie adalah sesuatu yang menyenangkan (atau menyebalkan bagi beberapa orang) untuk dilakukan, tapi setidaknya aktivitas tersebut tidaklah membahayakan (kecuali jika tongkat selfie mengenai wajah kita). |
4 | কিন্তু রুশ সরকার রুশ নাগরিকদের ঝুঁকিপূর্ণ সেলফি তোলা নিয়ে এতটাই উদ্বিগ্ন যে, এই বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সম্মিলিত ভাবে কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্স আয়োজন করেছে। | Tapi pemerintah Rusia sangat menaruh perhatian atas resiko yang dialami warganya ketika ber-selfie |
5 | বেশ কিছু রুশ প্রচার মাধ্যম সংবাদ প্রদান করছে যে, কয়েকটি ঘটনায় কিছু স্মার্টফোন ব্যবহারকারীরা সেলফি তুলতে গিয়ে আঘাত প্রাপ্ত হয়েছে। | Media Rusia telah memberitakan beberapa pengguna smartphone yang cedera ketika berpose untuk selfie, kasus terkini adalah seorang wanita muda yang dilaporkan terjatuh dan kemudian meninggal. |
6 | সম্প্রতি এক ঘটনায় এক তরুণীর ক্ষেত্রে সংবাদ পাওয়া গেছে যে সে জুলাই মাসে মস্কোর এক চলাচলের জন্য নির্মিত সেতুর উপর দাঁড়িয়ে তার এক বন্ধুর সাথে সেলফি তুলতে গিয়ে সেখান থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। | Kasus yang terjadi pada 4 Juli 2015 ini terjadi ketika wanita tersebut hendak berseflie dengan teman-temannya di jembatan Moscow. |
7 | এটি এবং অন্য সকল ঘটনা প্রাণঘাতী পরিণত হওয়ার ফলে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ধরণের কাজে তার সতর্কবার্তা তুলে ধরেছে। | Kasus ini dan beberapa kasus yang lain telah membuat Kementerian Dalam Negeri Rusia merasa perlu untuk membicarakannya dan mengaturnya. |
8 | এই সমস্যার বিষয়ে রুশদের সতর্ক করতে এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করার জন্য মন্ত্রণালয় ৭ জুলাই ২০১৫-এ, এর সকল আঞ্চলিক শাখার সাথে এক ভিডিও কনফারেন্সের আয়োজন করে, যার শিরোনাম “ নিরাপদ সেলফি”। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা তাসকে জানাচ্ছে: | Mengingat pentingnya hal ini, Kementerian telah menggelar konferensi video dengan kantor regional yang dinamai “The Safe Selfie” pada 7 Juli 2015, demikian yang dikatakan perwakilan kementerian kepada TASS |
9 | রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে সচেতন যে বিচিত্র উপায়ে সেলফি তুলতে গিয়ে উল্লেখযোগ্য সংখ্যক নাগরিকের আহত অথবা নিহত হয়েছে, যে ঘটনা ক্রমে বাড়ছে- আর এ সকল প্রতিটি ঘটনাই হয়ত প্রতিরোধ করা যেত। | Kementerian Dalam Negeri Rusia prihatin tentang bertambahnya kasus orang yang cedera, bahkan meninggal ketika hendak mengambil foto selfie yang unik; setiap kasus akan diambil pencegahannya. |
10 | নিজের জীবনের ঝুঁকি না নিয়েও স্মরণীয় এবং বিস্ময়কর সেলফি তোলা যেতে পারে। | Selfie dapat menjadi sesuatu yang dapat dikenang dan indah, tanpa membahayakan hidup |
11 | সেলফি গ্রহণকারীরা প্রচার মাধ্যমের নজরে পড়ে যায়, বিশেষ করে বেশ কয়েকজন সেলফি গ্রহণকারী উঁচু ভবনে চড়ার সময় গুরুতর আহত হয়েছেন অথবা এমনকি মৃত্যুবরণ করেছে, হয় বিদ্যুতের তারের স্পর্শে অন্যথায় নিজেদের জীবন কে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছে, এর মধ্যে কয়েকটি হচ্ছে সেলফি তোলার ঘটনা। | Berseflie sudah menjadi salah satu pemberitaan utama oleh media Rusia, dengan timbulnya beberapa kasus kecelakaan, bahkan meninggal, karena orang-orang berusaha untuk memanjat gedung tinggi, menyentuh kabel eleltronik dan kegiatan lainnya yang membahayakan keselamatan jiwa. |
12 | তবে এ সব ক্ষেত্রে মজারও কিছু ঘটনা ঘটেছে, যেমন জুন মাসে কেমেরোভা অঞ্চলে এ রকম এক ঘটনা ঘটনায় এক মাতাল লেনিনের মূর্তির সঙ্গে নিজের সেলফি তোলার চেষ্টা করার সময় মূর্তির খানিকটা অংশ ভেঙ্গে ফেলে। | Beberapa berita tentang selfie memang tidak terlalu berdampak serius, seperti ketika seoran pemabuk yang mematahkan bagian patung Lenin ketika hendak mengambil foto selfie. |
13 | এর আগে শিশুদের নিরাপদ সেলফি তোলার প্রচেষ্টার বিষয়ে শিক্ষা প্রদানের অংশ হিসেবে সেন্ট পিটার্সবার্গ স্কুল সামগ্রিক তথ্য দিবসে কি ভাবে৩ মোবাইলে নিরাপদ ছবি তোলা যায় সে বিষয়ে অনুশীলন তার পাঠ্যসূচিতে অর্ন্তভুক্ত করেছে, যা অক্টোবর ২০১৫-এ বিদ্যালয় শিক্ষা বর্ষে শুরুতে যুক্ত করা হবে। | Langkah awal untuk mengedukasi anak-anak tentang aman dalam ber-selfie, sekolah Saint Petersburg memperkenalkan pelajaran mobile fotografi aman, sebagai bagian dari kegiatan tahunan Unified Information Day, yang diadakan pada Oktober 2015 setelah dimulai tahun ajaran baru. |
14 | যেহেতু সেলফি প্রায়শ সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করা হয়, সংগঠকরা বিশ্বাস করে যে সামগ্রিক ভাবে ইন্টারনেট নিরাপত্তা প্রশিক্ষণ এ কাজে এক গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। | Karena seflie sebagian besar ditampilkan pada jaringan media sosial, penyelenggara percaya bahwa hal ini menjadi bagian penting dari pelatihan internet aman. |
15 | যদিও রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেলফি তোলার ঝুঁকির বিষয়ে সতর্ক করে দিচ্ছে, তবে মন্ত্রণালয় নভেম্বর ২০১৪-এ রাশিয়ার আইন শৃঙ্খলা বিভাগকে অনুরোধ জানায়, যেন তারা মা দিবস উদযাপনের জন্য মায়ের সাথে তাদের তোলা সেলফি পাঠানোর আহ্বান জানায়, এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি “ জনগণের আস্থায় উন্নতি ঘটানোর” “ আহ্বান জানায়। | Biarpun Kementerian Dalam Negeri Rusia telah mengingatkan tentang bahaya selfie, tetapi pada November 2014 mereka meminta petugas keamanan dari berbagai wilayah di Rusia untuk mengirimkan foto selfie dengan ibu mereka, sebagai peringatan Hari Ibu dan untuk meningkatkan kepercayaan publik. |
16 | মন্ত্রণালয় অডোনোক্লাসনিক সোশ্যাল নেটওয়ার্কে এক ছবির এ্যালবাম তৈরি করে এবং মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট এই বিষয়ে জমা পড়া শত শত ছবি তুলে ধরে। | Album fotonya dibuat oleh Kementerian pada jaringan sosial Odnoklassniki dan situs resmi kementerian menampilkan ratusan foto. |