Sentence alignment for gv-ben-20130701-37166.xml (html) - gv-ind-20130816-5271.xml (html)

#benind
1জাপানে কফি আর্ট এখন ত্রিমাত্রিক রূপে
2জাপানে পছন্দের পানীয়ের তালিকায় সবসময়ই প্রথম সারিতে ছিল সবুজ চা।
3কিন্তু এখন? অবস্থা একটু পাল্টেছে।Seni Kopi Jadi 3D di Jepang
4ফেনিল চায়ের কাপের ওপরে ত্রিমাত্রিক শিল্পকর্ম (থ্রি-ডি আর্ট) সবার হৃদয় জয় করে নিয়েছে।
5সোশ্যাল মিডিয়ায় দুধ মিশানো ধোঁয়া ওঠা কফি'র ছবি দেখে জাপানিরা আরো বেশি করে ক্যাফেতে গিয়েই চাচ্ছেন ল্যাট্টে (latte) কফি, যার ওপরে শোভা পাচ্ছে বাহারি সব ত্রিমাত্রিক শিল্পকর্ম।
6জাপানে কফি মোটেও অপরিচিত নয়। অল জাপান কফি অ্যাসোসিয়েশন এক প্রতিবেদনে জানিয়েছে, কফি আমদানিকারী দেশের মধ্যে জাপান তৃতীয়।Di negeri dimana teh hijau tetap jadi pilihan untuk minuman panas, seni kopi 3D dalam cangkir penuh busa langsung memikat hati.
7২০১০ সালে বিশ্ব ল্যাট্টে আর্ট চ্যাম্পিয়নশিপে জাপানের হারুনা মুরায়ামা বিজয়ী হয়েছিলেন।
8এই দ্বীপদেশে সাধারণ ল্যাট্টে শিল্পকর্ম ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। টুইটারে ল্যাট্টে আর্ট লিখে সার্চ দিলেই ল্যাট্টে আর্টে বিশেষ অনেক ছবি পাওয়া যাবে।Pengunjung kafe di Jepang sekarang jadi semakin banyak, terinspirasi oleh foto-foto populer di media sosial yang menunjukkan bagaimana kreasi susu panas di secangkir kopi, memesan agar latte mereka dihiasi dengan karya seni serupa.
9এর কোনোটিতে হৃদয় আঁকা হয়েছে।Jepang tidak asing dengan kopi.
10কোনোটি আবার পাতার আকৃতি। আবার কোনোটি টেডি বিয়ার, কোনোটি জনপ্রিয় কোনো কার্টুন চরিত্র।Asosiasi Kopi Seluruh Jepang melaporkan bahwa Jepang berada di urutan ketiga dalam hal total konsumsi di antara negara-negara pengimpor.
11ইন্টারনেটে অনুভূতি প্রকাশের আইকনও বাদ পড়েনি শিল্পকর্মের তালিকা থেকে।Di tahun 2010, Haruna Murayama dari Jepang memenangkan the World Latte Art Championship.
12টোকিও'র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরের ভেন্ডিং মেশিনেও মিলবে এই শিল্পকর্ম।
13এমনকি কিয়োটোর বিখ্যাত কসমেটিক কোম্পানি ইয়োজিয়ার ক্যাপুচিনো কফির সাথেও থাকবে জাপানের খুব পরিচিত চেহারার নারীর ছবি।
14ইউটিউব ব্যবহারকারী নাওতো সুগি একটি ভিডিও আপলোড করেছেন।Seni latte datar sudah populer di seluruh negara kepulauan ini.
15তিনি সেখানে বর্ণনা করেছেন, কীভাবে চকলেট সিরাপের সাথে ল্যাট্টে কফিতে চরিত্রগুলো আঁকেন: নতুন উচ্চতায়Pencarian “seni latte” [ja] di Twitter menghasilkan banyak foto latte spesial dengan bentuk hati, daun, beruang teddy, karakter anime populer, dan bahkan Ikon internet.
16কিন্তু বারিস্তাগুলো এই কফি শিল্পকর্মকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে ফেনা দিয়ে ত্রিমাত্রিক ভাস্কর্য তৈরির মাধ্যমে।Sebuah mesin penjual di Bandara Haneda, bandara internasional Tokyo, bahkan menyajikan cappuccino [ja] dengan wajah wanita Jepang klasik, yang didesain dan diproduksi oleh perusahaan komestik Yojiya terkenal dari Kyoto.
17টুইটার ব্যবহারকারী @george_10g ত্রিমাত্রিক ল্যাট্টে আর্ট করেছেন: “বিড়াল সোনালি মাছ খুঁজছে।”Pengguna YouTube Nowtoo Sugi mengunggah video yang menjelaskan bagaimana dia menggambar karakter ke secangkir coffee latte dengan sirup coklat:
18কাজুকি ইয়ামামোতো (@george_10g) একজন ল্যাট্টে আর্ট মাস্টার।
19তিনি টুইটারে কিছু ছবি আপলোড করেছেন।Mencapai tingkatan baru
20তিনি তার ব্লগে ওসাকার বেলজিয়ান বিয়ার হাউজে কাজ করার কথা লিখেছেন।Namun para barista telah mendorong fenomena kopi kreatif ini ke level yang baru dengan patung busa 3D.
21তিনি তার ল্যাট্টে আর্টকে “অবকাশকালীন কাপুচিনো” বলে উল্লেখ করেছেন।Seni latte 3D oleh pengguna Twitter @george_10g: “Seekor kucing sedang memperhatikan ikan mas.”
22“অবকাশকালীন কাপুচিনো” বলতে তিনি একঘেয়েমি তাড়ানো অথবা সময় কাটানোর সময়কালীন সৃষ্টিকে বুঝিয়েছেন।Kazuki Yamamoto (@george_10g), master seni latte yang mengunggah seni latte-nya ke Twitter, menulis di blognya bahwa dia bekerja di sebuah beer house Belgia di Osaka.
23অবশ্যই এর জন্য পরিশ্রম এবং কাজের প্রতি ভালোবাসার দরকার পড়ে। টুইটারে তিনি তার কফি'র শিল্পকর্মগুলোর আপলোড করে মন্তব্য করেছেন:Dia menamai seni latte-nya “cappuccino waktu senggang” [暇カプチーノ], sebuah kreasi akibat bosan atau waktu luang, tentu saja dengan kerja keras dan usaha penuh cinta.
24@george_10g: ২০১১ সালে আমি ল্যাট্টে শিল্পকর্ম আঁকা শুরু করি।Dia pernah memosting ke Twitter untuk mengingat berbagai karya seni latte yang pernah dia gambar:
25২০১২ সালের মধ্যে আমি প্রায় ১ হাজার কফি কাপে শিল্পকর্ম এঁকে কফিপ্রেমিদের খাইয়েছি। আমার এখনও মনে আছে, কোথায়, কখন কি এঁকেছি এবং কাকে সেটা পরিবেশন করেছি।@george_10g: Aku mulai menggambar di latte di tahun 2011 dan aku telah menggambar dan menyajikan kira-kira sekitar 1.000 cangkir di tahun 2012 tapi entah kenapa aku masih ingat kapan dan apa yang kugambar serta kepada siapa kusajikan.
26এটা খুবই শিরশিরে একটা অনুভূতি।Ini agak menakutkan.
27টুইটার ব্যবহারকারী @petakopetako responded [ja] তার বিশেষত্বের প্রশংসা করে মন্তব্য করেছেন:Pengguna Twitter @petakopetako merespon [ja] komentarnya dengan memuji keahlian khususnya:
28@petakopetako: আমি ছবি নিতে পছন্দ করি।@petakopetako: Aku suka memotret.
29সাধারণত আমি কারো মুখের চেহারা মনে রাখতে পারি না।
30কিন্তু আমি যদি তাদের ছবি নিই, আমি তখন মনে করতে পারি ছবিটা কোথায় নিয়েছিলাম এবং তারা কি নিয়ে কথা বলছিল।Biasanya aku susah mengingat wajah orang, tapi sekali aku memotret mereka, aku bisa ingat dimana lokasinya dan apa yang sedang mereka perbincangkan.
31মানুষ আবেগের সাথে কোনো কাজ করলে, সেটা ভালো মনে রাখতে পারে।Mungkin orang lebih ingat sesuatu ketika melakukan sesuatu yang mereka sukai.
32জাপানের ক্যাফে এবং বারিস্তার মালিকেরা সোশ্যাল মিডিয়ায় থ্রি-ডি ল্যাট্টে আর্টের ছবি, মেনু সোশ্যাল মিডিয়ায় আপলোড করে।
33এই ছবিগুলো ব্যাপক শেয়ার হতে থাকে। এমনকি এক পর্যায়ে সেটা স্থানীয় টেলিভিশন এবং ম্যাগাজিনগুলোরও মনোযোগ কাড়ে।Para pemilik kafe dan barista di Jepang telah mengunggah foto-foto rahasia mereka, seni latte 3D di luar menu ke media sosial.
34আর এই প্রচারণার কল্যাণে অনেক নতুন গ্রাহক আসে কফি হাইজগুলোতে।Foto-foto ini tersebar luas lalu mendapat perhatian dari penyiar dan majalah lokal.
35ক্যাফে হাউজগুলোর মালিকদের চেষ্টা থাকে নতুন এই গ্রাহকদেরকে ধরে রাখতে।Publisitas ini menarik begitu banyak pelanggan baru ke beberapa kedai kopi yang dipertahankan dengan susah-payah oleh pemiliknya.
36শিজুকার ক্যাফে বার জিহানের মালিক তার ব্লগে ফেসবুকের প্রভাব সম্পর্কে লিখেছেন:
37আমি ত্রিমাত্রিক ল্যাট্টে আর্ট সমৃদ্ধ কফি পরিবেশন শুরু করি আমার পুরোনো গ্রাহকদের চাপে।
38তারা প্রায়ই এসে আমার কাছে এই কফি চাইতো।Pemilik Cafe Bar Jihan di prefektur Shizuoka menulis tentang pengaruh Facebook di blognya [ja]:
39আমি ফেসবুক পেজে ছবি আপলোড করেছিলাম জাস্ট মজা করার জন্য।Aku mulai menyajikan seni latte 3D setelah pelanggan lama meminta agar aku membuatnya.
40পরে আমি আশ্চর্য হয়ে গেলাম এতো বিপুল সংখ্যক মানুষের লাইক দেখে। এই ছবি এক পর্যায়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো।Aku mengunggah fotonya ke laman Facebook hanya untuk bersenang-senang, lalu aku tercengang melihat banyaknya jumlah orang yang menyukai foto itu.
41স্থানীয় কয়েকটি মিডিয়া আমাদের কফি হাউজ নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশের আগ্রহ দেখালো।Dengan gambar yang tersebar luas, beberapa outlet media meminta ijin kalau mereka ingin meliput kedai kopi kami.
42টোকিও'র টেলিভিশনে প্রদর্শিত হবে বলে আমি প্রথমে দ্বিধায় ভুগছিলাম!Aku jadi sedikit bingung ketika diminta untuk muncul di televisi di Tokyo!
43ক্যাফে বার জিহানের ফেসবুক ছবি।Foto Facebook oleh caffe.bar.jihan.
44এসপ্রেসো কফি'র মধ্যে বিড়াল গোসল করছে।Seekor kucing sedang mandi di kopi espresso.
45তিনি আরো লিখেন:Dia juga menulis [ja]:
46কিটি বিড়ালের এই ল্যাট্টে আর্ট করতে অনেক সময় লাগে। তাই আমি অর্ডার নিতে হিমশিম খাচ্ছিলাম।Seni latte anak kucing ini memakan banyak waktu hingga aku tak bisa menerima pesanan ketika kafe kami sedang sibuk.
47এই পরিস্থিতিতে আমাকে বিপুল সংগ্রাম করতে হয়েছে।Aku sedang berkutat dengan apa yang harus dilakukan dengan situasi ini.
48সপ্তাহের কাজের দিনগুলিতে ছ'টার পরেই দোকানে ভিড় কমে যায়। তাই আপনি যদি থ্রি-ডি আর্টের ল্যাট্টে কফি পেতে চান, তাহলে এই সময়টাতে আসুন।Setidaknya kafe agak sepi setelah pukul 6 sore pada hari kerja, jadi jika Anda berkunjung untuk seni latte 3D, silakan datang sekitar waktu itu.
49Email লিখেছেনAyako YokotaPostingan ini asalnya ditulis oleh Ayako Yokota.
50অনুবাদ করেছেন পান্থ রহমান রেজা (Pantha)@pantharahmanrezKeiko Tanaka menyunting postingannya dan L. Finch menyunting serta memperbaikinya.