Sentence alignment for gv-ben-20130206-35005.xml (html) - gv-ind-20130212-5087.xml (html)

#benind
1সিরিয়ায় তীব্র যুদ্ধের চরম মূল্য দিচ্ছে শিশুরাAnak Suriah Membayar Mahal Harga Perang
2এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১৩ নিয়ে করা আমাদের বিশেষ বিশেষ কাভারেজের অংশ ।Ditulis oleh Rami Alhames pada 27 Januari 2013 @ 11:49 am
3চিলড্রেন রাইটস পোর্টাল.Posting ini bagian dari reportase khusus kami Protes Suriah 2011/2013
4-এর এক রিপোর্টে অনুসারে বিগত দশ বছরে যুদ্ধের কারণে প্রায় এক কোটি শিশু নিহত হয়েছে।Selama 10 tahun terakhir, diperkirakan sekitar 10 juta anak-anak terbunuh akibat peperangan seperti yang dilaporkan Children's Right Portal.
5এই সাইটটি যুদ্ধের শিকার শিশুদের সাধারণ অপরাধের শিকার শিশু, সৈনিক, বাস্তুচ্যুত, অনাথ, আহত অথবা পঙ্গু,বন্দী অথবা শোষণের শিকার (যৌন শোষণ কিংবা জোরপূর্বক শ্রমে বাধ্য করা)ইত্যাদি শ্রেণীতে বিভক্ত করে থাকে।Situs tersebut mengkategorikan anak-anak korban perang sebagai korban sipil, persenjataan anak, terpisah, yatim, korban luka dan cacat, dipenjarakan dan tereksploitasi (seksual dan buruh anak).
6এই বাস্তবতা সত্ত্বেও ভিয়েনা ঘোষণা এবং কর্মসূচি পরিকল্পনা (ভিডিপিএ), এবং ২০ নভেম্বর ১৯৮৯ সালে স্বাক্ষর করা জাতি সংঘ শিশু অধিকার সনদ সত্ত্বেও, সারা বিশ্বে শিশুরা ক্রমাগত যন্ত্রণা ভোগ করে যাচ্ছে।Meski hak anak dan perlindungannya dijamin sesuai dengan Program Kerja dan Deklarasi Vienna dan Konvensi PBB Hak Asasi Anak yang ditandatangani 20 November 1989, penderitaan anak terus berlanjut di dunia.
7শিশু অধিকার বিষয়ক জাতিসংঘ সম্মেলন-এর ১৯ নাম্বার ধারায় বর্ণনা করা হয়েছে, রাষ্ট্রীয় সংস্থাগুলো শিশুদের সকল প্রকার শারীরিক এবং মানসিক আঘাত থেকে রক্ষার জন্য অবশ্যই যথাযথ সাংবিধানিক, প্রশাসনিক, সামাজিক এবং শিক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করবে।”Konvensi Hak Asasi Anak PBB pada pasal 19: badan negara termasuk ligislatif, administratif, sosial dan pendidikan harus berupaya melindungi anak-anak dari segala bentuk kekerasan baik fisik maupun mental.
8বিস্মৃতির শিকারKorban yang Terlupakan
9সিরিয়ার গোরস্থানে ফেরেশতার বাস।Malaikat Hidup di Pemakaman Suriah.
10সূত্র: টুইটারের @এনএমসিরিয়া ।Sumber: @NMSyria on Twitter.
11মার্চ ২০১১-এ, বাসার আল আসাদের শাসনের বিরুদ্ধে যখন সিরিয়ার বিপ্লব গর্জে ওঠে, তখন শিশুরা ছিল আক্রমণ, অত্যাচার ও খুনের প্রথম শিকার।Sejak Maret 2011, ketika revolusi Suriah meletus melawan rezim Bashar Al Assad, anak-anak Suriah menjadi korban pertama dari setiap kekerasan, luka dan penewasan.
12এইচআরডাব্লিউ-এর সংবাদ অনুসারে: জুন ২০১১-এ “ আমরা যে সমস্ত বীভৎস দৃশ্য দেখেছি, তেমনটা আর কখনো দেখিনি”:Merujuk pada laporan HRW: “Kami Tidak Pernah Menyaksikan Kengerian Seperti Ini” pada Juni 2011:
13সরকারের পতন দাবী করে দেওয়ালে গ্রাফিতি আঁকার অভিযোগে ১৫ জন শিশুকে গ্রেফতার করা এবং তাদের উপর অত্যাচার চালানোর প্রতিক্রিয়ায় দারা নামক শহরে প্রথম বিক্ষোভ শুরু হয়।Protes meletus untuk pertama kalinya di Daraa sebagai respon penawanan dan penyiksaan 15 orang anak atas tuduhan lukisan grafiti yang menyerukan jatuhnya pemerintahan.
14ঠিক তখন থেকে এর জবাবে নিরাপত্তা বাহিনী পদ্ধতিগত ভাবে অত্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভের উপর গুলি চালায়।Sejak saat itu aparat keamanan berulangkali dengan sangat sistematis menembaki demonstran perdamaian.
15কেবল মাত্র দারা প্রদেশেই নিরাপত্তা বাহিনী ৪১৮ জনকে হএবং সমগ্র সিরিয়ায় ৮৮৭ জনকে ত্যা করেছে। ঠিক কতজনকে হত্যা করা হয়েছে, সে সংখ্যাটি সঠিকভাবে যাচাই করা অসম্ভব।Aparat keamanan setidaknya telah menewaskan 418 orang di kawasan Daraa, dan lebih dari 887 di seluruh Suriah, berdasarkan daftar kematian yang didata oleh aktifis lokal.
16এক হিসেবে এই ঘটনার পর এ পর্যন্ত, ৪৩৫৫ জন শিশু নিহত হয়েছে [১৫/১/২০১৩ তারিখ পর্যন্ত] সিরিয়ার বিপ্লবে শহীদের তালিকার এক সাম্প্রতিক রিপোর্ট অনুসারে ৪৩৫৫ জন নিহত হয়েছে, এছাড়াও হাজার হাজার আহত, গ্রেফতার, অথবা পরিবারহীন হয়েছে, অথবা চিকিৎসা সাহায্য প্রাপ্ত কিংবা মানবিক ত্রাণ লাভ করেনি।Jumlah yang pasti sangat sulit untuk diverifikasi. Sejak saat itu, diperkirakan 4,355 anak Suriah tewas (hingga 1/15/2013) berdasarkan laporan yang dikeluarkan Database Martir Revolusi Suriah, sementara ribuan lainnya luka-luka, ditahan atau terpisah dari keluarga atau tidak mendapat bantuan medis dan kemanusiaan.
17যেমন বলা যায় হিউম্যান রাইট ওয়াচ, প্রমাণ প্রদর্শন করেছে, যেসব প্রমাণে দেখা যাচ্ছে যে শাসকদের বিমান বাহিনী থেকে শিশুদের উপর গুচ্ছ বোমা নিক্ষেপ করা হয়েছে।Seperti yang dibuktikan oleh Human Right Watch bahwa pasukan angkatan udara memakai bom jenis cluster digunakan untuk menewaskan anak-anak.
18ফেরেশতা…সেই সমস্ত ফেরেশতা, যারা আমাদের ছেড়ে চলে গেছে…এক অদ্ভুত যুদ্ধে সিরিয়ার নাগরিকদের যে উচ্চ মূল্য প্রদান করতে হচ্ছে…সূত্র: ফেসবুকের নিনো ফেজ্জা সিনেরিপোর্ট-এরMalaikat adalah malaikat yang telah meninggalkan kita, sebuah harga mahal yang dibayar rakyat Suriah untuk perang yang tidak masuk akal ini…Sumber: NINO Fezza cinereporter on Facebook
19১৮ জানুয়ারি তারিখে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা ইউনিসেফের আঞ্চলিক প্রধান মারিয়া ক্যালিভিসবিবৃতি প্রদান করেন:Pada 18 Januari, Direktur Regional UNICEF untuk Timur Tengah dan Afrika Utara Maria Calivis menyatakan:
20“ এই সপ্তাহে সিরিয়া থেকে আসা ধারাবাহিকভাবে কয়েকটি সংবাদ দেশটিতে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে শিশুদের যে মূল্য প্রদান করতে হচ্ছে তা তুলে ধরছে।“ Rangkaian laporan dari Suriah minggu ini menggarisbawahi bahwa anak-anak membayar mahal konflik di negara itu mengamuk.”
21ঘটনা হচ্ছে, সিরিয়ার শিশুরা দেশটিতে ২২ মাস ধরে চলতে থাকা যুদ্ধের কারণে বিস্মৃতির শিকার।Sementara itu, anak-anak Suriah adalah korban yang terlupakan konflik 22 bulan ini.
22দেশটিতে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ শিশু প্রাণ হারাচ্ছে; এবং সিরিয়ার শিশুদের সামাজিক প্রচার মাধ্যমগুলোতে খারাপ সংবাদ পোস্ট করা ছাড়া আর উপায় নেই।Angka jumlah anak yang Suriah yang hilang kehidupannya terus bertambah dalam akumulasi harian; dan aktifis Suriah tidak punya pilihan lain selain memposting berita buruk tersebut di social media.
23এখানে টুইটারে আসা সিরিয়ার নেট নাগরিকদের প্রতিক্রিয়ার একটি রাউন্ড আপ/আলোচনা তুলে ধরা হল রয়েছে:Berikut sejumlah reaksi dari netizen Suriah di Twitter:
24১৫জানুয়ারি ২০১৩: @আর আলাফ:গতকাল আসাদ সরকার # সিরিয়ায় অন্তত ২১ জন শিশু এবং ১৩০ জন প্রাপ্ত বয়স্ক নাগরিককে খুন করেছে। যাদের বেশীর ভাগই গৃহে এবং বেকারিতে নিহত হয়।15 Januari 2013: @rallaf: Rezim Assad menewaskan setidaknya 21 orang anak dan 130 dewasa di #Syria kemarin, sebagian ketika serangan udara atas rumah dan toko roti.
25১৩ জানুয়ারি ২০১৩: @রেভুল্যুশন সিরিয়া: ৪০০০ শিশু সহ ৫২ হাজারের বেশী নিরস্ত্র নাগরিককে নির্মমভাবে হত্যা করা কোন গৃহযুদ্ধ নয় বরং তা মানবতার বিরুদ্ধে এক বিশাল অপরাধ।2 Januari 2013: @RevoluionSyria: Pembantaian terhadap lebih dari 52,000 warga sipil tak berdaya termasuk di dalamnya 4000 anak-anak bukan sebuah perang saudara tetapi merupakan tindak kriminal luar biasa terhadap kemanusiaan.
26#সিরিয়া#Syria
27১২ ডিসেম্বর ২০১২: @রানাকাবানি৫৪ আজ খুন হওয়া ১২০ জন নাগরিকের মধ্যে ২৭ জন শিশু + ১৩ জন মা ছিল, যাদের গণহত্যাকারী #আসাদ খুন করেছে।27 Desember 2012: @RanaKabbani54: 27 anak-anak+13 ibu terbunuh oleh pelaku genosida #Assad hari ini, dari 120 yang terbunuh sejauh ini, merupakan kado Natal untuk rakyat kami.
28এটা আমাদের জনগণের জন্য বড়দিনের উপহার #সিরিয়া #আসাদক্রাইম।#Syria #AssadCrimes
29১২ ডিসেম্বর ২০১২: @ফারগার: আজকের দিনটি বাদ দিয়ে, কেবল বড়দিনের সময় থেকে এই পর্যন্ত ১০৩ জন শিশু নিহত হয়েছে। #চাইল্ডভিকটম1 Januari 2013: @farGar : TIDAK termasuk hari ini, lebih dari 130 anak Syria terbunuh sejak malam Natal #Childvictims
30সিরিয়াতে উল্লেখযোগ্য সংখ্যক শিশুকে খুন করা হয়েছে।Puluhan Anak Tewas di Syria
31২৫ মার্চ ২০১১, বিশ্ব প্রায় এক মাস কারাগারে অন্তরীন থাকা হামজা আলি আলখাতিব এর উপর চালানো অত্যাচার এবং তার মৃত্যুর ঘটনা জানতে পারে, হামজা ছিল ১৩ বছরের এক সিরীয় বালক, অভিযোগ রয়েছে দারা শহরের প্রশাসনের হাতে বন্দী অবস্থায় তার মৃত্যু ঘটে।Pada 25 Mei 2011, setelah hampir sebulan dalam penahanan, dunia mendengar cerita mengerikan atas penganiayaan dan pembunuhan Hamza Ali AlKhateeb, seorang anak Suriah berumur 13 tahun yang diduga meninggal saat dalam penahanan pemerintah Suriah di Daraa.
32তার দেহে অজস্র আঘাতের চিহ্ন পাওয়া যায়, যার মধ্যে ভাঙ্গা হাড়, দেহে গুলির আঘাত, শরীরের বিভিন্ন স্থানে পোড়া চিহ্ন এবং গোপনাঙ্গ আঘাতের চিহ্ন ছিল।Kematiannya meninggalkan banyak tanda penyiksaan, termasuk patahnya tulang-tulang, lubang tembak, bekas pembakaran dan mutilasi alat kelamin. Setahun setelah kisah kewafatan Hamza, Pembantaian Al-Houla terjadi.
33হামজার শহীদ হবার কাহিনীর ঠিক এক বছর পরে, ২৫ মে, ২০১২ তারিখে আল- হোউলা গণহত্যা সংঘঠিত হয়, এই ঘটনায় ১০৮ জন নাগরিক নিহত হওয়ার ঘটনায় একটিভিস্টরা বাসার-আল আসাদের বাহিনীকে দায়ী করে, হোমসের আল হোউলা নামক এলাকায় নিহত এই ১০৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ৩৪ জন নারী এবং ৪৯ জন শিশু ছিল (জাতিসংঘের হিসেব অনুযায়ী]।Pada 25 Mei 2012, aktifis menyalahkan serangan Bashar Al-Assad yang menewaskan 198 warga Suriah, termasuk di dalamnya 25 orang pria dewasa, 34 wanita dan 49 anak-anak di bawah umur 10 tahun (berdasarkan observasi PBB) di kota Al-Houla, Homs.
34পরবর্তী এই ফুটেজে [সতর্কতা;গ্রাফিক ফুটেজ, যার ভেতরে শিশুর মৃত্যু দৃশ্য রয়েছে] গণহত্যার পরের দৃশ্য তুলে ধরা হয়েছে, যেখানে এক শিশুর মৃত্যু এবং রক্তাক্ত মানব শরীর প্রদর্শিত হয়েছে।Catatan kaki berikut [Peringatan: Grafis, Kematian Anak] menggambarkan situasi pasca pembantaian, jenazah anak dan potongan tubuh manusia berismbah darah.
35সিরিয়ার শিশুরা দেশটির প্রাপ্ত বয়স্কদের যুদ্ধের মূল্য প্রদান করছে.Anak-anak Suriah membayar peperangan antara orang-orang dewasanya.
36সিরিয়ার উদ্বাস্তু শিশুদের সংখ্যা এখন উপচে পড়ছে, কারণ তারা কখনোই ধারণা করেনি যে তারা এরকম এক পরিস্থিতিতে পড়ে যাবে।Anak-anak pengungsi Syria begitu kewalahan, mereka tidak pernah membayangkan akan terperangkap dalam situasi seperti ini.
37ডিফেন্স অফ হিউম্যান রাইটস নামক সংস্থা ডিসেম্বর ২৮, ২০১২ তারিখে তাদের ফেসবুকের পাতায় লিখেছে :Badan Pertahanan dan Hak Asasi Manusia Suriah menuliskan di Facebook page mereka pada 28 Desember 2012:
38এতদিন পর্যন্ত সিরিয়ায় আসাদের চাপানো যুদ্ধে প্রায় ৪০০০ শিশু নিহত হয়েছে, হাজার হাজার শিশু পঙ্গু এবং আহত হয়েছে এবং সকলে প্রায় মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ও তারা আতঙ্কের মধ্যে বাস করছে, বিশ্বের নেতাদের কাছে প্রশ্ন একটা বিপজ্জনক সঙ্কেত তৈরীর জন্য আর কতগুলো শিশুর খুন হওয়া প্রয়োজন'?Hampir 4000 anak Suriah terbunuh dalam peperangan Assad atas Suriah, puluhan ribu lainnya cacat dan lumpuh seumur hidup, semuanya mengalami trauma dan diteror. Pertanyaan untuk para pemimpin dunia berapa banyak anak-anak lagi yang harus mati untuk mendapatkan ‘garis merah' oleh rezim yang sepertinya melihat mereka sebagai sasaran tepat?
39বিশেষ করে এমন এক শাসকের বিরুদ্ধে, যারা শিশুদের বৈধ লক্ষ্যবস্তু ভাবে।Terdapat sejumlah gerakan bantuan untuk anak-anak Suriah.
40সিরিয়ার শিশুদের রক্ষার জন্য অনেক উদ্যোগ এখন সহজলভ্য। যেমন উদাহরণ হিসেবে বলা যায় শিশুদের জন্য গরম কাপড়, জুতা, কম্বল সরবরাহ করার জন্য নাগরিকরা সেভ দি চিলড্রেন-এ , অর্থ দান করতে পারেন. ।Sebagai contoh masyarakat dapat memberikan donasi kepada Save The Children untuk memberikan baju hangat, sepatu, selimut untuk anak-anak.
41শীতের ত্রাণসামগ্রী- বিশেষত সদ্যজাত শিশুদের জন্য শীতের ত্রাণসামগ্রী এখন সহজলভ্য।Selain itu paket khusus musim dingin untuk anak-anak juga tersedia.
42আশা করি যে, এই বিষয়ে আমরা একটা ভিন্নতা গড়ে দিতে পারব, যেমনটা টুইটারে লেয়লা আশা প্রকাশ করেন:Dengan demikian kita dapat memberikan perubahan seperti yang diharapkan Leila di Twitter:
43@লেইলা_না: সেই সব দিনের অপেক্ষায় আছি যে দিন কম্পিউটার খুলে সুন্দর ওই সব শিশুদের নির্মম ভাবে খুন হতে দেখব না #দিসইজসিরিয়া@leila_na: Saya menantikan hari saat saya membuka computer dan saya tidak menemukan gambar-gambar anak-anak manis disiksa. #ThisIsSyria.
44Posting ini merupakan bagian dari liputan khusus Protes Suriah 2011/2013.