# | ben | ind |
---|
1 | থাইল্যান্ডের পুলিশ অভ্যুত্থানের বার্ষিকীতে আয়োজিত বিক্ষোভের সময় ছাত্রদের আটক করেছে | Polisi Thailand Tangkap Demonstran Mahasiswa pada Peringatan Kudeta |
2 | সাম্প্রতিক থাই সামরিক অভ্যুথানের প্রথম বার্ষিকীতে থাই ছাত্ররা এক প্লাজার সামনে জড়ো হয়। পরে থাই পুলিশ তাদের গ্রেফতার করে। | Puluhan mahasiswa ditangkap di Thailand karena mengadakan protes dalam peringatan perdana kudeta Mei 2014. |
3 | ছবি এলএলটিডি-এর ফেসবুক পাতা থেকে নেওয়া। মে ১০১৪-এ সংঘঠিত সামরিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে বিক্ষোভ প্রদর্শনের দায়ে থাই পুলিশ ডজন খানেক ছাত্রকে গ্রেফতার করেছে। | Saat artikel ini dibuat, 48 orang telah ditahan karena bersuara di depan publik menentang pemerintah yang didukung militer. |
4 | এই লেখাটি যখন লেখা হচ্ছিল সে সময় পর্যন্ত সামরিক বাহিনী সমর্থিত সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য ৪৮ জন ছাত্রকে আটক করা হয়। | |
5 | দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার ইতি টানার পদক্ষেপ হিসেবে সামরিক বাহিনী দেশটিতে এক অভ্যুত্থান ঘটায়। | Tentara melancarkan kudeta pada 2014 untuk mengakhiri kekacauan politik di negara itu. |
6 | তারা প্রচার মাধ্যমের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং বিক্ষোভ সহ প্রকাশ্য স্থানে পাঁচ বা তার অধিক নাগরিকের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। | Menyusul kemudian media dikontrol dan protes dilarang termasuk berkumpulnya lima orang atau lebih di tempat umum. |
7 | ২০১৪ সালের সমাপ্তির পূর্বে এই সরকার অর্ন্তবর্তীকালীন এক আইন রচনা করে যার ভিত্তিতে দেশে সামরিক বাহিনী দ্বারা নিয়োগ প্রাপ্ত বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হয়। | Sebelum akhir 2014, disusun piagam sementara yang menjadi dasar dalam membentuk pemerintahan sipil yang dipimpin oleh militer yang ditunjuk. |
8 | সামরিক বাহিনীর প্রধান প্রায়ুত চান ও-চাহ প্রধান মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়। | Panglima militer, Prayut Chan-o-cha, terpilih menjadi perdana menteri. |
9 | সামরিক বাহিনীর নিষেধাজ্ঞা সত্ত্বেও, অনেক থাই নাগরিক, বিশেষ করে তরুণরা দেশটিতে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত করার আহ্বান জানাচ্ছে। | Meskipun larangan diberlakukan oleh tentara, banyak warga Thailand, terutama pemudanya menyerukan pemulihan demokrasi di negeri itu. |
10 | তারা বার বার স্বাধীন প্রচার মাধ্যম, উন্মুক্ত নির্বাচন, এবং বেসামরিক শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। | Mereka telah secara konsisten menuntut kembalinya pers bebas, pemilu terbuka, dan kekuasaan sipil. |
11 | ব্যানারে লেখা আছে “ অভ্যুথানের বিরুদ্ধে আপত্তি” নামক র্যালি। | Banner mengatakan reli “Obyek kudeta” |
12 | গত এপ্রিলে সামরিক আইন প্রত্যাহার করে নেওয়া হয় কিন্তু এখনো সরকারের মাঝে তা ক্ষমতা অসীম। | Tentara telah mencabut darurat militer April lalu tapi masih mempertahankan kekuasaan hampir tak terbatas dalam pemerintahan. |
13 | আইএল গবেষক দল গত বছর সামরিক বাহিনী দ্বারা বেশ কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্ধৃত করেছে : | Kelompok riset iLaw mengutip beberapa kegiatan tentara pada tahun lalu yang menggerogoti hak asasi manusia: |
14 | এই অভ্যুত্থানের পর, অন্তত ৭৫১ জন ব্যক্তির বিরুদ্ধে এনসিপিও [সামরিক বাহিনী সমর্থিত সরকার] মামলার আদেশ জারি করেছে। | Setelah kudeta, sedikitnya 751 orang dipanggil oleh NCPO [nama pemerintah yang didukung militer]. |
15 | অন্তত ৪২৪ জন ব্যক্তির স্বাধীনতা হরণ করা হয়েছে। | Setidaknya 424 orang dirampas kebebasannya. |
16 | এদের মধ্যে অনেককে “বাধ্যতামূলক আচরণ খাপ খাইয়ে নেওয়ার” মত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যাতে সামরিক বাহিনীর ক্ষমতা দখল করার প্রয়োজনীয়তার বিষয়ে তারা পুনরায় নিজেদের শিক্ষিত করে নিতে পারে এবং এরপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। | Beberapa orang telah dipaksa untuk menjalani “penyesuaian sikap” demi memahamkan mereka tentang perlunya militer merebut kekuasaan dan kemudian melepaskannya. |
17 | এদিকে ১৬৩ জন ব্যক্তিকে রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। | Sementara itu, sedikitnya 163 orang telah ditekan dengan tuduhan politik. |
18 | অন্তত ৭১ গণ কার্যক্রমে সামরিক বাহিনী হয় হস্তক্ষেপ করেছে অথবা বাতিল করেছে। | Setidaknya, 71 kegiatan publik diintervensi atau dibatalkan lewat penggunaan kekuatan militer. |
19 | অভ্যুত্থানের ৩৬৪ দিন অতিবাহিত হওয়ার পর অন্তত ৪২৮ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, ১২৪ জন ব্যক্তিকে সামরিক আদালতে উপস্থাপন করা হয়েছে। | 364 hari setelah kudeta, setidaknya 428 orang ditahan, 124 warga sipil diadili di Pengadilan Militer |
20 | সাংবাদিক সাকসিথ সায়াসোমবাট সামরিক বাহিনীর বাড়াবাড়ি রকমের নিয়ন্ত্রণের আরোপের সমালোচনা করেছে: | Wartawan Saksith Saiyasombut mengkritik peraturan yang berlebihan dari tentara: |
21 | এটা শুধু এক বাজে শিক্ষকের মত আচরণ নয় যে আশা করছে তার ছাত্ররা অনুগত তোতাপাখির মত বুলি আওড়াবে, সাথে সে আশা করছে যে সবাই হবে উদ্ধত এক যা সকল কর্মকাণ্ড দেখেও না দেখার ভান করবে। | Tidak hanya itu seperti seorang guru jahat yang mengharapkan siswa hanya patuh menghafal pelajaran, tetapi juga seperti pengasuh angkuh yang menghadang kami di setiap langkah. |
22 | পুলিশ গতকাল যে সমস্ত ছাত্রদের গ্রেফতার করেছে নীচে তাদের কয়েকজনের ছবি তুলে ধরা হল: | Berikut ini beberapa foto dari mahasiswa ditangkap oleh polisi: |
23 | গ্রেফতারকৃতরা বলছে তাদের ঝুঁকিপূর্ণ আচরণের জন্য গ্রেফতার করা হয়েছে। | Polisi mengatakan ditahan karena ‘perilaku berbahaya' |
24 | পুনরায় টুইট করুন ২২ মে অভ্যুথানের বিরুদ্ধে বিক্ষোভ করায় খোন কায়েন বিশ্ববিদ্যালয়ের ১৩ জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে | 13 mahasiswa Khon Kaen mengadakan aksi untuk memprotes kudeta 22 Mei |
25 | পুলিশ অহিংস বিক্ষোভকারীদের গ্রেফতার করা শুরু করেছে!! | Polisi mulai menangkap mahasiswa tanpa perlawanan!! |
26 | পরেমাস-এর (পাটানির ছাত্র ও তরুণ) একটিভিস্টদেরও পুলিশ গ্রেফতার করেছে। | Aktivis dari Permas (mahasiswa dan pemuda dari Patani) juga ditahan di kantor polisi |
27 | ছাত্ররা বলছে যে পুলিশ তাদের একটিভিস্ট বন্ধু, যাদের চিকিৎসা প্রয়োজন তাদের বিন্দুমাত্র যত্ন করছে না। | Mahasiswa mengatakan bahwa polisi tidak peduli terhadap teman aktivis mereka yang membutuhkan perawatan medis. |
28 | একটি দল যারা নিজেদের সোশ্যাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এর (ওয়াইপিডি) তরুণ তুর্কি হিসেবে দাবি করছে তারা এই অভ্যুত্থানের মাধ্যমে আসা শাসকদের বিরুদ্ধে প্রদান করা বিবৃতি প্রকাশ করেছে : | Sebuah kelompok yang menamakan dirinya Gerakan Pemuda Sosial-Demokrasi (YPD) merilis pernyataan terhadap rezim kudeta: |
29 | আমরা কোন গণতান্ত্রিক সমাজ গড়তে সক্ষম হব না, যদি আমাদের মাঝে স্বাধীনতা, মুক্তি, অধিকার ন্যায়বিচার এবং মিত্রতার অভাব রয়ে যায়। | Kita tidak bisa membangun masyarakat demokratis jika kita kekurangan kebebasan, kemerdekaan, hak, keadilan, dan rekonsiliasi. |
30 | আমরা বিশ্বাস করি যে সমাজের মাঝে প্রতিরোধ গড়ে না তোলা হলে শান্তি অর্জন সম্ভব নয়। | Kami percaya bahwa perdamaian di masyarakat tidak akan lahir dari kurangnya resistensi. |
31 | কেবল ক্ষমতা, অর্থনীতি এবং রাজনীতির মাধ্যমে যদি সাম্য ও ন্যায় বিচার গড়ে তোলা সম্ভব হয় কেবল তাহলে শান্তি অর্জন সম্ভব। . | Perdamaian di masyarakat hanya akan lahir dari kesetaraan dan keadilan dalam hal kekuasaan, ekonomi, dan politik. |
32 | সামরিক বাহিনীর এই অভ্যূত্থানের ঠিক এক বছর পরেও থাইল্যান্ড এখনো রাজনৈতিক অনিশ্চয়তা রয়ে গেছে। | Setahun setelah militer melancarkan kudeta, Thailand masih menderita ketidakstabilan politik. |
33 | সাধারণ নাগরিকরা রাজনীতিবিদের মাঝে এই নিরবিচ্ছিন্ন ভাবে চলতে থাকা সংঘর্ষের ইতি চায়, কিন্তু সামরিক কোন সরকারের ক্ষমতা গ্রহণের মুল্যের বিনিময়ে নয়, যারা দ্রুত জনগণের স্বাধীনতাকে নাকচ করে দেয়। | Rakyatnya ingin mengaso sejenak dari kegaduhan para politisi yang cekcok terus-menerus tetapi tidak berharga bagi pemerintah militer yang begitu cepat meniadakan kebebasan sipil. |