# | ben | ind |
---|
1 | দামাস্কোর উপশহর আল ঘুটাতে আসাদের রাসায়নিক যুদ্ধ | Assad Dituding Menjatuhkan Bom-Bom Kimia di Pinggiran Kota Damaskus Al Ghouta |
2 | সক্রিয় কর্মীদের প্রতিবেদন অনুযায়ী, বাশার আল আসাদের বাহিনী আজ সকালে সিরিয়ার দামাস্কাসের পূর্বে ঘুঁটা অঞ্চলে স্নায়ু গ্যাস দিয়ে আক্রমন করে। এর ফলে কয়েকশ লোক মারা যায়, যাদের বেশিরভাগই শিশু এবং নারী। | Ratusan orang, sebagian besar anak-anak dan perempuan, tewas dibantai pagi ini ketika pasukan Bashar Al Assad menyerang daerah Ghouta, di bagian timur Damaskus, Suriah, dengan gas syaraf. |
3 | সিরিয়াতে সাধারণ জনগনের বিরুদ্ধে যে নৃশংস আচরন করা হচ্ছে তার সম্পর্কে বিশ্বের নীরবতা ভাঙার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জুড়ে মৃত্যুপথযাত্রী (এবং মৃত) শিশুদের ভয়াবহ ফুটেজের পলস্তারা দেয়া হয়েছে। | Cuplikan mengerikan yang menampilkan sosok anak-anak yang sekarat (dan tewas) beredar di seantero jejaring sosial, memanggil dunia untuk memecah kesunyiaannya terhadap kebrutalan yang tengah dialami warga sipil Suriah. |
4 | আম্মানের জর্ডানে বসবাসরত ইনাস নামের একজন সিরিয় নাগরিক, বৃহত্তর সিরিয়াতে লিখেছেনঃ | Dari wilayah Suriah Raya, Enas, warga Suriah yang tinggal di Amman, Yordania, menulis: |
5 | ভোর ৩ টার কাছাকাছি সময়ে ইন তুরমার জামাল্লাকা এবং আল জাইনিয়া এলাকাতে শাসক বাহিনী রাসায়নিক শিরস্ত্রাণ যুক্ত রকেট নিক্ষেপ করেছে। | Sekitar pukul 3:00 subuh, pasukan rezim meluncurkan roket berhulu ledak kimia di daerah Zamallaka dan Al Zainia, keduanya bagian wilayah Ein Turma. |
6 | বাতাসের সাহায্যে গ্যাসগুলো ছড়িয়ে পরার কারনে জোবার জেলাটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। | Distrik Jobar juga sedikit terpengaruh oleh gas yang terhembus oleh angin. |
7 | একটি বিরাট সংখ্যক সাধারণ মানুষ পর্যায়ক্রমে গ্যাসটির দ্বারা আক্রান্ত হয়েছে। | Akibatnya sejumlah besar warga sipil terpapar oleh gas, alhasil puluhan dari mereka mati syahid. |
8 | এর ফলস্বরূপ তাঁদের মধ্যে দশজন শাহাদাৎ বরণ করেছে। আরবিনের অস্থায়ী হাসপাতাল থেকে পাওয়া প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত ৪১ জন শহীদকে কবরস্থ করা হয়েছে (২২ জন শিশু, ১১ জন নারী, ৮ জন পুরুষ), আরো ৫ জন শহীদকে দুমা নিয়ে যাওয়া হয়েছে, সাকবাতে ৪০ জন শহীদের ভিডিও ধারন করে রাখা হয়েছে এবং ইন তুরমার ভেতরেই রয়েছে কমপক্ষে ২০ জন শহীদ। | Hingga sekarang, laporan-laporan langsung dari RS darurat Arbeen (dimana para korban dibawa) terdapat 41 syuhada (22 anak-anak, 11 perempuan, 8 laki-laki), 5 syuhada lainnya dibawa ke Douma, 40 syuhada terekam dalam video di daerah Saqba, dan setidaknya 20 syuhada di dalam kota Ein Turma. |
9 | মৃত্যু মাসুল এখন পর্যন্ত ১ শয়ের বেশি সংখ্যক বলে বেশিরভাগ সক্রিয় কর্মী রিপোর্ট করেছে। | Sebagian besar aktivis melaporkan bahwa angka kematian mencapai 100 orang hingga kini. |
10 | নিচের ভিডিওটিতে শ্বাসকষ্টে ভোগা মৃতপ্রায় শিশুদের যেমনটি দেখা যাচ্ছে যে এসব শহীদদের বেশিরভাগই শিশু। | Sebagian besar syuhada adalah anak-anak, yang tampak dalam video tewas tercekik. |
11 | এই হৃদয় বিদারক ঘটনাটি উদ্ঘাটনকারী কিছু ছবি এবং ভিডিও [সতর্কতাঃ হৃদয়বিদারক দৃশ্য আছে] - এর লিংক ইনাসের পোস্টে প্রদান করা হল। | Pos yang ditulis Enas menyediakan tautan foto-foto dan video [Perhatian: adegan mengerikan] menunjukkan runutan kejadian yang tragis. |
12 | ইনাস আরো বলেছেনঃ | Enas menambahkan: |
13 | রোগীদের বিভিন্ন লক্ষণের মধ্যে রয়েছে অরূচি, মতিভ্রম, শ্বাসকষ্ট, প্রচন্ড কাশি, উচ্চ রক্তচাপ, পীড়ার সময় দখল ও মৃত্যু-পরবর্তী সময়ে কুলকুচা ইত্যাদি। | Gejala-gejala yang dialami pasien diantaranya mual-mual, halusinasi, sesak napas, batuk rejan, tekanan darah tinggi, kejang-kejang, mulut berbusa ketika terpapar dan sesaat setelah meninggal, dll. |
14 | নিষ্পাপ সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিনত করতে শাসক বাহিনী যে রাসায়নিক অস্ত্র / বিষাক্ত গ্যাস ব্যবহার হয়েছে তাঁর হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি। | Hingga kini, tidak ada petunjuk atas senjata kimia/gas beracun yang digunakan pasukan rezim dalam pembantaian warga sipil yang tak berdosa. |
15 | সক্রিয় কর্মীরা যেমনটা রিপোর্ট করেছেন, লক্ষ্যবস্তুতে পরিনত হওয়া এলাকার পরিবারগুলো অত্যন্ত ভীতসন্ত্রস্ত হওয়ায় তাঁরা সাকবা এবং আশেপাশের বেশকিছু এলাকাতে পালিয়ে যাচ্ছে। | Puluhan keluarga berhamburan menyelamatkan diri dari daerah yang menjadi target menuju Saqba dan beberapa daerah terdekat lainnya karena mereka amat sangat takut, begitu menurut laporan para aktivis. |
16 | সক্রিয় কর্মীরা এট্রপিনের অভাব নিয়েও রিপোর্ট করেছে, যা সাধারণত শাসক শ্রেনী সাধারণ লোকেদের শায়েস্তা করতে রাসায়নিক আক্রমনের সময় ব্যবহার করে থাকে; অক্সিজেন ট্যাঙ্কও পর্যাপ্ত পরিমানে নেই। | Para aktivis juga melaporkan kurangnya Atropine yang biasanya digunakan untuk merawat warga sipil yang terpapar serangan senjata kimia milik rezim; tabung-tabung oksigen juga tidak tersedia lagi. |
17 | চিকিৎসকেরা মুখে ও নাকে শুধুমাত্র ভিনেগার ব্যবহার করছেন এবং আক্রান্তদের শরীর পানি দিয়ে ধুয়ে দিচ্ছেন। | Staf medis menggunakan cuka untuk membasuh mulut dan hidung para korban dan membasuh tubuh para korban dengan air. |
18 | এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়েই চলছে। | Jumlah warga yang terbunuh semakin meningkat. |
19 | হালা দ্রুবি আরেকটি মাসুলের কথা প্রস্তাব করেছেনঃ | Hala Droubi melaporkan jumlah baru: |
20 | #পূর্বঘুটা #দামাস্কাস #উপশহর - এর সক্রিয় কর্মীরা বলেছে সকালে #কেমিক্যালএজেন্ট আক্রমনে শিশু সহ কমপক্ষে ৪০০ লোক মারা গেছে। | Para aktivis di #EastGhouta #Damascus #suburbs mengatakan bahwa setidaknya 400 orang tewas pasca serangan fajar dengan menggunakan #chemicalagent, termasuk anak-anak. |
21 | #সিরিয়া | #Syria. |
22 | এবং এখন পর্যন্ত এই মাসুল ৬৩৫ এর বেশী বলে অন্যরা দাবি করেছেনঃ | - hala droubi (@haleloola) 21 Agustus 2013 Yang lainnya melaporkan jumlah korban mencapai 635 jiwa sejauh ini: |
23 | #ব্রেকিং । #দামাস্কাস উপশহরে রাসায়নিক গ্যাস আক্রমনে এখন ৬৩৫ এর বেশি লোক মারা গেছে, যাদের বেশিরভাগই নারী / শিশু। | #BREAKING Sekarang lebih dari 635 tewas akibat serangan gas kimia di daerah-daerah pinggiran kota #Damascus, sebagian besar perempuan/anak-anak. |
24 | বিশ্বের এই নীরবতা সিরিয়াকে শেষ করে দিচ্ছে। | Kebisuan dunia membunuh Suriah.. - TheNewSyria (@The_New_Syria) 21 Agustus 2013 |
25 | দারায়াতে একটি মাঠ হাসপাতাল থেকে তোলা একটি ছবি শেয়ার করেছেন মোহান্নাদ। | Mohannad mengunggah sebuah foto yang diambil dari sebuah RS di Daraya, dimana jumlah kamar untuk merawat pasien luka tidak lagi mencukupi: |
26 | সেখানে তিনি বলেছেন যে সেখানে এর চেয়ে বেশি আহতদের চিকিৎসা সেবা দেয়ার কক্ষ নেইঃ | Rumah Sakit lapangan di Daraya tidak lagi mempunyai ruangan untuk merawat mereka yang terluka. |
27 | এমনকি দারায়ার মাঠ হাসপাতালটিতে আহতদের চিকিৎসা দেয়ার মতো যথেষ্ট কক্ষ নেই। #সিডব্লিউগণহত্যা | #CWMassacrepic.twitter.com/PMlUKAaAVb - MohaNNad أبو مازن (@TheMoeDee) 21 Agustus 2013 |
28 | এবং সিরিয়াতে যে নৃশংসতা চালানো হচ্ছে তাঁর সম্পর্কে নীরবতা ভাঙতে প্রচার মাধ্যমকে তিনি চ্যালেঞ্জ করেছেনঃ | Dan dia menantang media untuk memecah dinding kebisuan atas kebrutalan yang dialami Suriah: Jika media tidak mau berbicara, maka kami akan berbicara. |
29 | যদি প্রচার মাধ্যম কথা বলতে না চায়, তবে আমরা বলবো। | Kami tidak akan pernah membungkam. |
30 | আমরা কখনোই নিশ্চুপ থাকবো না। | - MohaNNad أبو مازن (@TheMoeDee) 21 Agustus 2013 |
31 | ইনাস তাঁর বেদনা শেয়ার করেছেনঃ | Enas membagi kepiluannya: |
32 | আমি যেহেতু ঘুমাইনি তাই আমি বসলাম এবং ভিডিওটি দেখলাম এবং আমার হৃদয় কেঁদে উঠলো। | Aku belum bisa tidur sejak aku duduk dan menonton video-video ini sambil menangis sejadi-jadinya. |
33 | আমি দূরে আছি বলে কিছু করতে পারছি না। | Aku tidak bisa melakukan apapun karena aku jauh. |
34 | আমার পরিবার, আমাকে ক্ষমা কর। | Ampuni aku, keluarga-keluargaku. |
35 | #সিডব্লিউগণহত্যা #সিরিয়া | #CWMassacre #SYRIA- Enas (@itsEnas) 21 Agustus 2013 |
36 | | Dia menambahkan bahwa serangan bom berlanjut di Erbin, tempat dimana para korban seharusnya dirawat: |
37 | তিনি আরো বলেছেন, আক্রান্তদের চিকিৎসার জন্য নিকটবর্তী ইরবিনে নেয়া হলে তাঁদের অনুসরন করে আবারো বোমা নিক্ষেপ করা হয়ঃ | BREAKING:#Assad meborbardir Arbin dimana para korban bom kimia dibawa untuk perawatan- #DamascusSuburbs http://t.co/W1ahfEVMBM #CWMassacre #AnewMassacreinSyria- Enas (@itsEnas) 21 Agustus 2013 |
38 | ব্রেকিং: সিডব্লিউএর কয়েকজন আক্রান্তকে আরবিনে নিয়ে যাওয়া হলে সেখানেও #আসাদ বোমা নিক্ষেপ করেছেন। | Kantor berita milik Assad mengatakan bahwa tuduhan-tuduhan difabrikasi untuk menghambat penyelidikan yang dilaksanakan oleh PBB . |
39 | | Pekan ini, tim inspeksi PBB tiba di Suriah untuk memulai penyelidikan terhadap tudingan penggunaan senjata-senjata kimia, dimana kedua pihak yang berseteru menuding satu sama lain dalam kurun dua tahun terakhir. |
40 | টুইটারে এই হৃদয় বিদারক ঘটনাটি সম্পর্কে আরো জানতে হলে #সিডব্লিউগণহত্যা হ্যাশট্যাগটি অনুসরন করুন। | Untuk warta semerta mengenai tragedi ini, ikuti tagar #CWMassacre di Twitter. |