Sentence alignment for gv-ben-20091110-7455.xml (html) - gv-ind-20091201-2541.xml (html)

#benind
1রাশিয়া: ব্লগাররা বার্লিন প্রাচীর পতনের ২০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা করছেRusia: Diskusi Daring Mengenai Perayaan 20 Tahun Runtuhnya Tembok Berlin
2ব্রান্ডেনবুর্গ গেটের সামনে বার্লিন প্রাচীর-১৯৮৯ সাল, ছবি রমটমটম এর ফ্লিকার পাতা থেকে নেওয়া।Tembok Berlin di depan Jembatan Brandenburg - 1989, oleh romtomtom di flickr
3অনেক ব্লগার এই দিনটিকে ব্যবহার করেছে তাদের পাঠকদের বর্তমান রাজনৈতিক অবস্থা স্মরণ করিয়ে দেবার জন্য।Dua puluh tahun setelah runtuhnya Tembok Berlin beberapa narablog Rusia mengenang, merayakan dan berdiskusi mengenai peristiwa bersejarah yang bagi sebagian orang “peristiwa paling penting di abad XX.”
4এই বিষয়ে অনেকে তাদের নৈরাশ্য প্রকাশ করেছে, কিন্তু বেশীরভাগ ব্লগার নিজেদের প্রশ্ন করছে: “কেন কেউ এই দিনটি নিয়ে কোন কথা বলছে না?Bagi sebagian besar narablog Rusia ‘The Fall-Runtuhnya' adalah ingatan masa kecil/remaja, peristiwa yang seakan mistis dan tidak nyata.
5কেন সবাই দিনটি উদযাপন করছে না”? রুশ রাষ্ট্রপতির প্রাক্তন উপদেষ্টা আন্দ্রেই ইলারিওনোভ (লাইভজার্নালে নিক আইলারিওনোভ [রুশ ভাষায়])।Beberapa narablog menggunakan tanggal tersebut untuk mengingatkan pembaca mereka mengenai situasi politik yang sedang berlangsung, beberapa menyuarakan kesinisan mereka, namun sebagian besar bertanya pada diri mereka sendiri: “Mengapa tak seorangpun membicarakan tentang tanggal ini?
6তিনি তার ব্লগে লিখেছেন [রুশ ভাষায়]:Mengapa tidak dirayakan secara terbuka?”
7আজ, ২০ বছর পর বিশ্ব “তার নিজের অন্যতম এক গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক ঘটনা উদযাপন করছে” যা বিংশ শতাব্দীর শেষে ঘটেছিল- এই ঘটনা ইউরোপে কর্তৃত্ব পরায়ণ কমিউনিস্ট স্বৈরাতন্ত্রের পতন ঘটায়।
8বিশ্বের অনেক দেশে এই দিবসটি উদযাপিত হয়। তবে দিবসটি রাশিয়ায় উদযাপিত হয় না।Mantan Penasehat Presiden Andrei Illarionov (dikenal juga dengan nama pengguna-LJ aillarionov [RUS]) menulis dalam blognya [RUS]:
9সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে গিয়ে জন্ম নেওয়া ডজন খানেক স্বাধীন রাষ্ট্রেও এই দিবসটি পালন করা হয় না।Hari ini, 20 tahun kemudian, dunia merayakan “peristiwa geopolitis paling penting” di akhir abad ke-20 - hancurnya kediktatoran komunis totaliter di Eropa.
10এইসব রাষ্ট্রও গভীরভাবে আটকে রয়েছে তাদের কর্তৃত্ব পরায়ণ শাসন ক্ষমতার মধ্যে।Peristiwa ini dirayakan di banyak negara. Namun tidak di Rusia.
11ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই ঘটনাকে রাশিয়ার উপেক্ষা করার মানে, ধ্বংস করে ফেলা প্রাচীরের জায়গায় এক নতুন দেওয়াল নির্মাণ করা হয়েছে।Dan tidak juga di selusin bekas negara Soviet yang masih terjebak dan malah semakin terpuruk dengan sistem otoriter baru.
12এই দেওয়ালটি অদৃশ্য, কিন্তু তা কার্যকর, এটি আমাদের দেশের নাগরিক ও ভ্রাতাদের বাকী বিশ্বের সাথে আলাদা করে ফেলেছে।Kelalaian demonstratif Rusia dalam peristiwa sangat penting sepanjang masa ini menekankan besarnya skala tembok baru yang menggantikan tembok yang telah diruntuhkan.
13ইলিয়া ফাইবিসোভিচ (লাইভ জার্নাল নিকফাইবিসোভিচ [রুশ ভাষায়]) এই দিবসটি সম্বন্ধে প্রচারণার অভাব দেখে বিস্মিত [রুশ ভাষায়]:Tembok ini, meski tak terlihat namun nyata dalam usahanya mengisolasikan masyarakat kita dan saudara kita yang berduka dari sorotan dunia.
14এটা সত্যিই অবিশ্বাস্য এক বিষয় […] যে, “ইকো অফ মস্কো” [মস্কোর এক উদারনৈতিক রেডিও স্টেশন], “লেন্টা.Ilya Faibisovich (dikenal juga dengan nama pengguna-LJ faibisovich [RUS]) juga terkejut [RUS] dengan kurangnya keterbukaan:
15রু”, “গেজেত্তা. রু” অথবা রাশিয়ার যে কোন উদার কোন সংবাদ পোর্টালে এই বিষয়ে (এমনকি “আরআইএ নোভোস্টি” অথবা “ইন্টারফ্যাক্স” এর মত পোর্টাল) -এমন “কোন সংবাদ” ছিল না, যা সারা বিশ্বের ওয়েবে প্রদর্শন করার যোগ্য।Ini sangat luar biasa […] bahwa “Echo of Moscow-Gema Moskow” [stasiun radio liberal], “Lenta.ru”, “Gazeta.ru”, atau “pintu gerbang berita” Rusia yang layak lainnya (bahkan “RIA Novosti” atau “Interfax”) tidak menyebutkan “satu hal pun” yang dapat dilihat di situs web manapun di dunia.
16এবং এই রহস্যময় “কোন সংবাদ” রাশিয়ার জন্য অনেক কিছু বয়ে আনতে পারে।Dan “sesuatu” yang misterius ini berkaitan dengan Rusia.
17এখন দেখা যাচ্ছে এই বিষয়ে সংবাদের কোন দরকার নেই।Dan sekarang tampaknya tidak ada kaitannya.
18কিন্তু সংবাদপত্রে প্রচুর সংবাদ রয়েছে (তা নির্ভর করছে আপনার কি ধরনের সংবাদ পড়তে ইচ্ছে করে তার উপর) যেমন, “সোভিয়েত যুগের অভিনেতার মৃত্যু”, “কিম চেন ইর কয়টি ট্রেন রয়েছে”, “কয়েকজন পুলিশ কর্মকর্তা যারা ভিডিও ব্লগ কিভাবে করতে হয় তা শিখেছে” [গ্লোবাল ভয়েসেসের ইংরেজী পাতায় এই সংবাদের একটা লিঙ্ক দেওয়া রয়েছে] এবং গিন্সবার্গের [নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানীর] মৃত্যু।Namun banyak juga berita (tergantung selera kalian) seperti “dead Soviet actors-aktor Soviet mati”, “how much trains does Kim Chen Ir have-berapa kereta yang dimiliki Kim Chen Ir,” ada polisi yang belajar menggunakan blogvideo [mata rantai pada materi GV [ENG]], dan obituari Ginsburg [Peraih Penghargaan Nobel].
19আরেকজন ব্লগার সিন্থথিসিস এই ঘটনাটিকে জয়ের বদলে পরাজয় হিসেবে দেখেন:Narablog lainnya, SynthThesis, menganggap peristiwa ini sebagai kerugian daripada keuntungan:
20সোভিয়েত ইউনিয়ন নামক রাষ্ট্রে জন্মগ্রহণ কারী হিসেবে আমি এই ঘটনার প্রতি বিশেষ মনোভাব পোষণ করি।Sebagai seorang yang “lahir di Uni Soviet,” saya memiliki sikap tertentu terhadap topik ini.
21আমি মনে করি আমি ছাড়াও এমন অনেকে রয়েছে যারা এই ঘটনার কথা শুনলে থুতু নিক্ষেপ করে। […]Saya rasa banyak orang yang “meencibir” mengenai topik ini bahkan tanpa saya (membicarakannya). […]
22এখন যে বিভ্রান্ত তৈরি হয়, তাতে সকলেই সিদ্ধান্ত নিতে পারে যে, এই সমস্ত নির্মাণ করা সত্য যে কোন কম্পিউটার গেমের চেয়ে ভালো। কিছু ব্লগার এই ঘটনার স্মরণ করে তার সাথে একাত্মতা প্রকাশ করার জন্য কিছু ছবি ব্যবহার করেছে।Sekarang ilusi yang semua orang dapat putuskan bagi diri mereka sendiri adalah untuk menanamkan dalam otak (kita) dengan bertindak lebih baik sebagai pasangan kekasih-yang dibayar untuk jujur dibanding permainan komputer manapun.
23লাইভজার্নাল ব্যবহারকারী এমেলিটো হারিয়ে যাওয়া দেওয়ালের বেশ কিছু ছবি প্রকাশ করেছে [রুশ ভাষায়]।Beberapa narablog menggunakan gambar untuk memperingati peristiwa tersebut.
24লাইভ ইন্টারনেট প্লাটফর্ম ব্যবহারকারী সটোভারইয়াসিজ মিরি [রুশ ভাষায়] আমাদের ১৭টি ছবি দেখাচ্ছেন।Pengguna-LJ Amelito memposkan koleksi foto [RUS] penghancuran Tembok.
25প্রাইভেট ইউজার বা ব্যক্তিগত ব্যবহারকারী জেরনভ৫১ [রুশ ভাষায়] ১৯৮৯ সালে ঘটা এই ঘটনার ধারাবাহিক সময় সূচি এখানে পোস্ট করেছেন, যা শীতল যুদ্ধের পরিসমাপ্তি ঘটায় [রুশ ভাষায়]।Pengguna-LI Sotvoryaushij Miry [RUS] berbagi 17 foto [RUS]. Pengguna-Privet Gernov51 [RUS] memposkan kronologi peristiwa tahun 1989 yang merupakan akhir Perang Dingin [RUS].
26কিছু বাড়তি তথ্য:Informasi Tambahan
27২০০৯ সালের অক্টোবর মাসে লেভাডা সেন্টারের করা এক জরিপ অনুসারে [রুশ ভাষায়] শতকরা ৬৩ জন রুশ নাগরিক বার্লিন প্রাচীরের পতনকে ইতিবাচক দৃষ্টিতে দেখে, যেখানে শতকরা ১১ জন ঘটনাটিকে নেতিবাচক চোখে দেখে।Menurut survei yang dilaksanakan oleh Levada Center pada Oktober 2009 [RUS], 63% dari responden menganggap Runtuhnya Tembok sebagai peristiwa yang positif/cenderung positif sementara 11% melihatnya sebagai sesuatu yang negatif.
28১৯৮৯ সালের কোন ঘটনাটিকে বছরের সেরা ঘটনা বলে মনে করেন, এই প্রশ্নের জবাবে, বেশীরভাগ উত্তরদাতা বার্লিন প্রাচীরের পতনকে সে বছরে দ্বিতীয় সেরা ঘটনা হিসেবে বেছে নিয়েছে (২৪ শতাংশ ব্যক্তি), তবে বেশীরভাগের চোখে সে বছরের সেরা ঘটনা ছিল আফগানিস্তান থেকে রুশ সেনা প্রত্যাহার করে নেওয়া।Runtuhnya Tembok menjadi jawaban populer (24 persen) untuk pertanyaan “Peristiwa tahun 1989 manakah yang paling penting menurut Anda”; 50% dari responden menyebut penarikan kembali pasukan Soviet dari Afghanistan sebagai peristiwa “paling penting” tahun itu.
29শতকরা ৫০ জনের চোখে এটি ছিল সে বছরের “সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা”।