# | ben | ind |
---|
1 | মিশর: বিক্ষোভ চলতে থাকার প্রেক্ষাপটে টুইটার বন্ধ করে দেওয়া হয়েছে | Mesir: Twitter Diblokir, Demonstrasi Terus Berlangsung |
2 | এই পোস্টটি মিশরের প্রতিবাদ বিক্ষোভ-২০১১ এর উপর করা আমাদের বিশেষ প্রতিবেদন-এর অংশ। | |
3 | যখন মিশরীয় নাগরিকরা টুইটারে প্রবেশ করার চেষ্টা করছে, তখনই তারা এই পাতাটি দেখতে পাচ্ছে | Laman Twitter yang diblok, tampilan yang muncul acapkali penduduk Mesir mencoba mengakses Twitter |
4 | মিশর ইন্টারনেটের বিরুদ্ধে তার যুদ্ধ শুরু করেছে, এবং আজ বিপ্লব দিবস উপলক্ষ্যে হাজার হাজার বিক্ষোভকারী যে এলাকায় জড়ো হয়েছে, সরকার সেখানকার মোবাইল ফোন সংযোগ বন্ধ করে দিয়েছে। | |
5 | এর উদ্দেশ্য হচ্ছে প্রতিবাদকারীদের স্রোতকে নিয়ন্ত্রণ এবং আন্দোলনকে গলা টিপে হত্যা করার চেষ্টা। | |
6 | আজ সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই বিক্ষোভের মাধ্যমে দেশটিতে রাষ্ট্রপতি হুসনি মুবারকের ৩০ বছরের শাসনের অবসানের আহ্বান জানানো হয়। | Pemerintah Mesir menyatakan perang dengan internet lebih ekstrem, akses komunikasi telepon selular diputus di area yang dikabarkan menjadi tempat berkumpulnya ribuan orang yang memprotes aksi ini di Hari Revolusi. |
7 | যে শাসন ব্যবস্থার মাধ্যমে দূর্নীতি, অর্থনৈতিক দুরবস্থা এবং অন্যান্য সমস্যার সৃষ্টি হয়েছে। | Tujuannya adalah berusaha mengontrol ribuan protes masyarakat dan menekan gerakan ini. |
8 | প্রতিবাদের ভাষা এবং স্থান কোথায় নির্ধারিত হবে তার ঘোষণা সামাজিক প্রচারণা মাধ্যমে প্রকাশ করা হয়, যার মধ্যে অর্ন্তভুক্ত ছিল মাইক্রোব্লগিং সাইট সমূহ, টুইটার, ইত্যাদি। | Demonstrasi merebak di seluruh negeri hari ini, ada juga yang memprotes 30 tahun rezim Presiden Hosni Mubarak agar diakhiri, kasus korupsinya, kegagalan dalam bidang ekonomi, dan kegagalan lainnya. |
9 | সরকার পরে টুইটার বন্ধ করে দেয়। এই ধরনের নিষেধাজ্ঞা একটিভিস্ট বা কর্মীদের প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে। | Kabar mengenai titik aksi protes dan tempat berkumpul diumumkan melalui situs-situs jejaring sosial, termasuk situs mikroblog, Twitter, yang telah diblokir oleh pihak berwenang. |
10 | বিশেষ করে এই কারণে যে মিশরের ইতিহাসে এই প্রথম অনলাইনে লোকজনকে চুপ করিয়ে দেবার জন্য এত কঠোর এক ব্যবস্থা গ্রহণ করা হল। | Penyensoran ini memicu amarah para aktivis, terutama karena tindakan kekerasan pemutusan hubungan daring ini merupakan yang pertama kali terjadi di Mesir. |
11 | এই ঘটনাটি প্রতিবেশী তিউনিশিয়ার বিতাড়িত এক সময়ের লৌহ শাসক জিনে এল আবেদিন বেন আলির বজ্র মুষ্টির কথা মনে করিয়ে দেয়, যিনি এক সময় ইন্টারনেটকে নিয়ন্ত্রিত করতে চেয়েছিলেন। তিউনিশিয়ার গণ জাগরণ লক্ষ লক্ষ আরবদের অনুপ্রাণিত করেছে। | Gerakan ini mengingatkan akan peristiwa tangan besi petinggi Tunisia Zeine El Abidine Ben Ali yang digulingkan penduduk Tunisia meneriakkan suara mereka melalui internet, di negara-negara tetangga Tunisia, gerakan ini menginspirasi negara-negara Arab. |
12 | কায়রো থেকে হিশাম টুইট করেছে: | Dari Kairo, Eman Hashim berkicau: |
13 | মুবারকের শাসন আমাদের ইন্টারনেটে প্রবেশ করার সুযোগ বন্ধ করে দিয়েছে। এই শব্দগুলোকে ছড়িয়ে দিন। | rezim mubarak memblokir akses internet untuk kita. teruskan pesan ini. kami dibelenggu. |
14 | আমাদের আটকে ফেলা হয়েছে#২৫জান। | #25jan |
15 | ভদ্রমহিলা এর সাথে যোগ করেছে: | Ia menambahkan: |
16 | হোম ডিএসএল থেকে টুইটারে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর প্রায় সাথে সাথে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আমরা আটকা পড়ে গেছি। | Twitter sekarang tidak bisa diakses dari DSL (cat.penerjemah: DSL - Digital Subscriber Line) rumah dan sebentar lagi dari ponsel. kami dibelenggu |
17 | মোহাম্মদ এলগওহারি যোগ করেছে: | Mohamed ElGohary menambahkan: |
18 | মিশরে টুইটার বন্ধ করে দেওয়া হয়েছে#জান২৫ | TWITTER DIBLOKIR DI MESIR #Jan25 |
19 | এবং আলা আবদে এল ফাত্তাহ উদ্বিগ্ন এবং আর্তনাদ করছে: | Dan Alaa Abd El Fattah murka menyerukan: |
20 | স্মরণ করিয়ে দিতে চাই, মিশরীয় আইনে এমন কোন কিছু নেই, যার মাধ্যমে কোন ওয়েবসাইট বন্ধ করা যায়। এ বিষয়ে একটি আইনও নেই। | ingat TIDAK ADA HUKUM MESIR YANG MEMPERBOLEHKAN UNTUK MEMBLOKIR SITUS. tidak ada satupun pasal memerintahkan ISP untuk menanggapi perintah ilegal |
21 | ইন্টারনেট সেবাদানকারী বা আইএসপি-প্রতিষ্ঠান সমূহ এক অবৈধ আদেশ পালন করছে। | Rami Raoof menyarankan cara lain dengan menulis pesan: |
22 | রামি রোউফ কি ভাবে এই সমস্যাকে পাশ কাটানো যায় সে ব্যাপারে এক পরামর্শ প্রদান করেছেন : | penduduk internet di #Mesir- bila kamu mau mengakses Twitter.com & Bambuser.com unduhlah TOR dari http://torproject.org #Jan25 |
23 | #মিশরের নেট নাগরিকরা, যদি আপনারা টুইটার. | Komunikasi telepon sepertinya diputus juga. |
24 | কম এবং বাম্বুসার. | Sally Sami melaporkan: |
25 | কম প্রবেশ করতে চান, তাহলে http://torproject.org 5 থেকে টর নামক উপাদান ডাউনলোড করুন#Jan2। | Baru saja meninggalkan tahrir square. |
26 | মনে হচ্ছে ফোন লাইনগুলো জ্যাম বা ভীষণ ব্যস্ত হয়ে রয়েছে। | Gas airmata dilempar dan hampir semua sambungan ponsel tidak berfungsi #jan25 |
27 | সালি সামি সংবাদ প্রদান করেছে: | Lalu menambahkan: |
28 | কেবলমাত্র তাহরির স্কোয়ার ত্যাগ করতে বাধ্য হলাম। | Komunikasi Mobinil di tahrir square telah diputus #jan25 |
29 | সেখানে কাঁদানে গ্যাস ছোঁড়া হচ্ছে এবং প্রায় সবগুলো মোবাইল ফোন কাজ করছে না। #জানু | Dan situs-situs berita pun disaring, untuk memutus berita mengenai protes agar tidak menyebarluas. |
30 | এবং যোগ করেছেন: | Jordanian Tololy melaporkan: |
31 | বর্তমানে তাহরির স্কোয়ারে মোবিনিল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে#জান২৫ | |
32 | এবং বিক্ষোভের সংবাদ যাতে সব জায়াগায় ছড়িয়ে না পড়ে তার জন্য বেছে বেছে সংবাদ প্রকাশ করা হচ্ছে। | Dostor.org (situs berita independen yang meliput secara langsung protes #Jan25) diblokir untuk kedua kalinya #Mesir#ProtesArab |
33 | জর্ডানের নাগরিক তোলোলি উল্লেখ করেছে: | Dan Suad Al Subaie menambahkan: |
34 | মিশরে দ্বিতীয়বারের মত দোসতর. | Foto Husni Mubarak telah diturunkan di tempat umum. |
35 | অর্গ (স্বাধীন এক ওয়েব পত্রিকা, যা #২৫জান বিক্ষোভ সরাসরি প্রকাশ করেছিল) বন্ধ করে দেওয়া হয়েছে। | |
36 | #মিশর#আরবপ্রটেস্ট | 100+ ditangkap. |
37 | এবং সউদ আল সুবায়ি যোগ করেছে: রাস্তায় হুসনি মোবারকের ছবি ছিড়ে ফেলা হচ্ছে। | 3 saluran berita besar dicegah untuk meliput #Mesir #jan25 |
38 | ১০০ জনের বেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। | Untuk lebih lanjut mengenai perkembangan di Mesir, ikuti tagar #Jan25. |
39 | তিনটি প্রধান সংবাদ চ্যানেলকে সংবাদ প্রদান করা থেকে বিরত রাখা হয়েছে#মিশর#জান২৫ | |
40 | মিশরের ঘটনাবলি সম্বন্ধে সাম্প্রতিক সব তথ্য জানতে চাইলে হ্যাশট্যাগ #জান২৫অনুসরণ করুন। | |