Sentence alignment for gv-ben-20141016-45133.xml (html) - gv-ind-20141007-5422.xml (html)

#benind
1ছবিতে হংকং-এর গণতন্ত্রপন্থী “ অকুপাই সেন্ট্রাল” আন্দোলনDemo Pro-Demokrasi Hong Kong ‘Occupy Central’ dalam Gambar
2অক্টোবর, ২০১৪ তারিখে হংকং-এর কেন্দ্রস্থলে গণতন্ত্রী পন্থীদের বিক্ষোভ প্রদর্শন।Demonstran Pro-Demokrasi di Hong Kong pusat tanggal 1 Oktober 2014.
3ছবি ফ্লিকার ব্যবহারকারী মারিও মানড্রোনার।Foto oleh pengguna Flickr Mario Madrona.
4ছবি সিসি বাই-এনসি এসএ ২.CC BY-NC-SA 2.0
5০। হংকং-এর শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উন্মুক্ত নির্বাচনের দাবী আজ ষষ্ঠ দিনে প্রবেশ করল।Aksi damai menuntut pemilu yang bebas di Hong Kong memasuki hari keenam.
6হংকং-এর বাসিন্দার সেখানকার পরবর্তী প্রধান নির্বাহী নির্বাচনে নিজেদের প্রার্থী দেওয়ার অনুমতি প্রদানের আহ্বান জানাচ্ছে।Warga Hong Kong meminta Beijing untuk memperkenankan warga mencalonkan kandidat mereka masing-masing pada pemilihan pemimpin eksekutif kota tersebut.
7চীন বলছে যে সে হংকংকে এক বিশেষ প্রশাসনিক অঞ্চলের মর্যাদা প্রদান করবে, যার ফলে এ অঞ্চল মূল চীনা ভূখণ্ডের চেয়ে একটা নির্দিষ্ট পরিমাণ স্বায়ত্তশাসন ভোগ করবে, ফলে ২০১৭ সালে সেখানে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু নিয়মানুসারে ভোট যুদ্ধে অবতীর্ণ হবার আগে মূলত বেইজিং-পন্থী নির্বাচক কমিটি প্রার্থীদের বাছাই করবে।Tiongkok mengatakan bahwa mereka akan memperkenankan Hong Kong, sebuah daerah administratif khusus yang menikmati sejumlah hak otonomi yang berbeda dengan Tiongkok Daratan, melaksanakan pemilu langsung untuk kali pertamanya pada tahun 2017, namun memerintahkan adanya sebuah komite yang setia dengan pemerintah pusat untuk memilih kandidat-kandidat yang diperbolehkan maju dalam pemilihan pemimpin eksekutif tersebut.
8বিক্ষোভকারীরা একই সাথে বর্তমান প্রধান নির্বাহী সিওয়াই লিয়ুং-এর পদত্যাগ দাবী করছে, তিনি এই দাবী প্রত্যাখান করেছেন, তবে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে রাজী হয়েছেন।Demonstran juga mendorong Pemimpin Eksekutif berkuasa, CY Leung, untuk mengundurkan diri. Leung menolak untuk menyerah terhadap tuntutan demonstran namun setuju untuk berdialog dengan mereka.
9অকুপাই সেন্ট্রাল, হংকং-এর কেন্দ্রস্থল অবস্থান গ্রহণের চূড়ান্ত পর্যায়ে দশ হাজারের মত ব্যক্তিকে আকৃষ্ট করেছিল।Occupy Central, demikian aksi damai di Hong Kong pusat tersebut dipanggil, telah menarik puluhan ribu warga pada aksi puncak mereka.
10স্টোরিফুল যাচাইকৃত ড্রোন থেকে নেওয়া দৃশ্য তুলে ধরছে সেপ্টেম্বর ২৮ তারিখে বিক্ষোভ কতটা বিস্তৃত হয়েছিল।Sebuah liputan mini yang diambil melalui pesawat drone, melalui pantauan Storyful, menangkap seberapa besar protes tanggal 29 September:
11একটা পর্যায়ে এই র‍্যালি কাঁদুনে গ্যাস, মরিচের গুঁড়া ছুড়ে মারা এবং লাঠিচার্জ করে পুলিশের এলাকা খালি করে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে।Para demonstran hingga kini masih bertahan menghadapi upaya polisi untuk mengkosongkan daerah yang diduduki dengan menggunakan gas air mata, semprotan lada, dan pentungan.
12এই হামলার কৌশল প্রতিরোধে বিক্ষোভকারীরা নিজেদের রক্ষা করার জন্য ছাতার ব্যবহার করে, যার ফলে কেউ কেউ এই আন্দোলনকে “আমব্রেলা মুভমেন্ট” (ছত্র আন্দোলন) বা “আমব্রেলা আপরাইজিং” (ছত্র জাগরণ) নামে ডাকতে শুরু করেছে।Demonstran menghadapi taktik agresif dengan berlindung dibawah payung, oleh sebab itu gerakan ini disebut juga sebagai “revolusi payung” atau “perjuangan payung.”
13অকুপাই সেন্ট্রাল-সম্বন্ধে আরো বিস্তারিত জানার জন্য নীচের ছবিগুলোর দিকে এক নজর প্রদান করুন:Lihat foto-foto berikut untuk mengetahui lebih jauh Occupy Central.
14১ অক্টোবর ২০১৪ তারিখে যারা হংকং-এর কজওয়ে বে-এর বিক্ষোভে থাকার ইচ্ছে প্রকাশ করেছে, তারা তাদের বাহুতে হলুদ রুমাল বেঁধে নিয়েছে।Demonstran mengikatkan pita kuning di tangan-tangan mereka yang ingin mengikuti demo di Causeway Bay Hong Kong tanggal 1 Oktober 2014.
15ছবি গুইলিয়ামে পায়ান-এর।Foto Guillaume PAYEN.
16কপিরাইট ডেমোটিক্সের।Hak Cipta Demotix
17২৭ অক্টোবর ২০১৪ তারিখে কেন্দ্রীয় সরকারি দপ্তরের সামনে বিক্ষোভকারীরা তাদের দিকে ধেয়ে আসা মরিচের গুঁড়া ঠেকাতে মোবাইল ফোন মোড়ানো জন্য ব্যবহার করা উপাদান এবং শল্য চিকিৎসায় ব্যবহৃত মুখোশ ব্যবহার করে।Para demonstran, di depan kantor-kantor Pemerintah Pusat di Hong Kong, menggunakan plastik lekat dan masker guna melindungi diri mereka dari semprotan lada pada tanggal 27 September 2014.
18ছবি রবার্ট গড্ডেন-এর।Foto Robert Godden.
19কপিরাইট ডেমোটিক্সের।Hak Cipta Demotix
20২৭ অক্টোবর, এ্যাডমিরালিটে এলাকায় অবস্থিত সরকারি সদর দপ্তরের সামনে হংকং-এর প্রধান প্রশাসক সি ওয়াই লিয়ুং-এর সাথে আলোচনার জন্য তার সাক্ষাৎ চেয়ে বিক্ষোভকারীরা এক অবস্থান ধর্মঘটের আয়োজন করে।Para demonstran melakukan aksi protes duduk di luar markas-markas pemerintah pada tanggal 27 September di Admiralty, menuntut CY Leung, Pemimpin Eksekutif Hong Kong, untuk berdialog.
21ছবি পি,এইচ ইয়াং-এর।Foto oleh P H Yang.
22কপিরাইট ডেমোটিক্সের।Hak Cipta Demotix
23২৮ সেপ্টেম্বর তারিখে হংকং-এর বিক্ষোভকারীদের উপর পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পর বিক্ষোভকারীরা একসাথে অবস্থান গ্রহণ করে।Demonstran di Hong Kong berkerumun setelah polisi melepaskan gas air mata ke arah mereka, pada tanggal 28 September.
24ছবি পি,এইচ ইয়াং-এর।Foto oleh P H Yang.
25কপিরাইট ডেমোটিক্সের।Hak Cipta Demotix
26২৯ অক্টোরব ২০১৪ তারিখে হংকং-এর কজওয়ে বেতে অর্থপূর্ণ এক প্রতিবন্ধকতা।Barikade penuh arti, Causeway Bay, Hong Kong. 29 September 2014.
27ছবি পিট ওয়াকার-এর।Foto oleh Pete Walker.
28কপিরাইট ডেমোটিক্সের।Hak Cipta Demotix
29অক্টোবর, ২০১৪ তারিখে গণতন্ত্রের সমর্থনে বিভিন্ন ভাষায় লেখা পোস্টারের প্রদর্শন।Poster dalam berbagai bahasa mendukung Demokrasi dipajang di Hong Kong tanggal 1 Oktober 2014.
30ছবি ফ্লিকার ব্যবহারকারী মারিও মাদরোনার।Foto pengguna Flickr Mario Madrona.
31সিসি বাই-এনসি-এসএ ২.CC BY-NC-SA 2.0
32০। এ্যাডমিরালিটে নামক এলাকায় অবস্থিত সরকারি সদর দপ্তরের বাইরে অবস্থিত দাঙ্গা পুলিশের সামনে বিক্ষোভকারীরা “নাগরিক অবাধ্যতা” নামক এক ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে, যা “অকুপাই সেন্ট্রাল” বিক্ষোভের একটি অংশ।Seorang demonstran memegang tanda ‘pembangkangan sipil' di depan satuan polisi anti huru-hara tanggal 27 September 2014 sebagai bagian dari protes Occupy Central diluar markas-markas pemerintah pusat di Admiralty, Hong Kong.
33ছবি পি,এইচ ইয়াং-এর।Foto oleh P H Yang.
34কপিরাইট ডেমোটিক্সের।Hak Cipta Demotix
35বিনম্র বিক্ষোভকারী উপাধিপ্রাপ্ত হংকংবাসীরা বিক্ষোভের এলাকা পরিষ্কার রাখার জন্য একটি রিসাইকেল কেন্দ্র স্থাপন করেছে।Dinobatkan sebagai kumpulan demonstran tersopan, warga Hong Kong mempersiapkan tempat-tempat daur ulangagar lokasi-lokasi demo tetap terjaga kebersihannya.
36ছবি পিট ওয়াকারেরFoto oleh Pete Walker.
37হংকং-এর ছত্র বিপ্লব সম্বন্ধে আরো জানতে আমাদের বিস্তারিত সংবাদ অনুসরণ করুন।Hak Cipta Demotix Telusuri laporan-laporan mendalam kami: Revolusi Payung Hong Kong