Sentence alignment for gv-ben-20150808-49737.xml (html) - gv-ind-20150712-6025.xml (html)

#benind
1তাজিকিস্তানের “ভুয়া নবীকে” ১৬ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে “Nabi Palsu” Tajik Dipenjara 16 Tahun
2শেখ তেমুরের বিস্তারিত কাহিনী তাজিকিস্তানে নাগরিকদের কাছে অনেক বেশী জাগতিক, কিন্তু এই ঘটনা দেশটির প্রবল সামাজিক ও অর্থনৈতিক সমস্যা নিয়ে তাদের আলোচনা থেকে খানিকটা বিরত রাখে যখন ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় টেলিভিশনে তার কাহিনী প্রচারিত হয়। ছবি আরএফই/ আরএল দ্বারা প্রকাশিত তাজিক রাষ্ট্রীয় প্রচার মাধ্যমের সংবাদের স্ক্রিনশট থেকে গ্রহণ করা হয়েছে।Seorang pria bernama Saidmahdikhon Sattorov tyang di Tajikistan lebih dikenal dengan Sheikh Temur didakwa 16 tahun penjara awal minggu ini dengan dakwaan ‘penyerobotan lahan', ‘poligami', ‘pemerasan', ‘perusakan makam' dan ‘menghalangi wajib belajar pendidikan dasar'.
3সাইদমাহদিকোন সাত্তারোভ নামের ৬৫ বছর বয়স্ক এক ব্যক্তি, যিনি তাজিকিস্তান জুড়ে শেখ তেমুর নামে পরিচিত, তাকে এই সপ্তাহের শুরুতে অবৈধ জমি দখল, বহুবিবাহ, জোর পূর্বক অর্থ আদায়, মৃতদেহ ও কবরস্থানকে অপবিত্র করা এবং বাধ্যতামূলক ভাবে মৌলিক শিক্ষা অর্জনে বাঁধা দেওয়ার অভিযোগে ১৬ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
4সাত্তারোভা দাবী করে যে সে হচ্ছে সর্বশেষ নবী, তার এই দাবীর কারণে শখানেক পদচুম্বন কারী ভক্ত তার প্রতি মনোযোগ আকর্ষণ করেছে, যদিও এই দাবী হচ্ছে এমন এক দাবী, যা কেবল ইসলাম ধর্মের প্রবর্তক নবী হজরত মুহাম্মদ (সঃ)-এর জন্য সংরক্ষিত।Sattorov, yang memiliki ratusan pengikut, mendeklarasikan dirinya sebagai ‘Nabi Terakhir', gelar yang seharusnya dimiliki oleh Nabi Muhammad dari agama Islam.
5এই ঘটনার বিষয়ে পাঠ করুন-তাজিকিস্তানে ভূমি দখল এবং বহুবিবাহের অভিযোগ নিজেকে শেষ নবী বলে দাবি করা ব্যক্তি কারাদণ্ডের মত শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে।Baca juga: ‘Last Prophet Faces Jail for Land-Grabbing and Polygamy in Tajikistan'
6ফেব্রুয়ারিতে তেমুরের গ্রেফতার হওয়ার পর তার মামলার শুনানিতে, এই শেখ স্বীকার করেন যে তার একাধিক স্ত্রী রয়েছে, সে এমন জায়গায় ঘর বানিয়েছে, যা তার নিজের সম্পত্তি নয়, এবং সে তার সন্তানদের স্কুলে যাওয়ার অনুমতি প্রদান করেনি।Dalam sidang pengadilan segera setelah Temur ditangkap dibulan Februari, Sheikh ini mengaku memiliki istri lebih dari satu, mendirikan bangunan ditanah yang bukan miliknya, dan melarang anak-anaknya bersekolah.
7সে তার এই বৃদ্ধ অবস্থায়, তার প্রতি সহানুভূতি এবং ক্ষমা প্রদর্শনের অনুরোধ জানায় , যদিও পবিত্র রমজান মাসে মাঝে ৮ জুলাই তারিখে তাকে শাস্তির শাস্তির মুখোমুখি হতে হচ্ছে।Dia meminta keringanan dengan mempertimbangan kondisinya yang sudah “lanjut usia” dan juga karena bertepatan dengan bulan suci Ramadan. Keputusan hakim akan dijatuhkan pada tanggal 8 Juli.
8তবে এই মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে সোভিয়েত পরবর্তী যুগে অনুষ্ঠিত বিচারে, বিচারক এই শেখের প্রতি করুণা প্রদর্শনে ব্যর্থ হয়, সে মাত্র কয়েক মাস আগে তরুণী স্ত্রীর সান্নিধ্যে, স্বাধীন ভূমিতে দিন কাটাচ্ছিল এবং সে সময় তার অনুসারীরা এই শেখের হাত ধোঁয়া পানি খেত।Meski begitu, hakim di republik pasca-Soviet yang mayoritas penduduknya Muslim ini tidak menunjukan toleransi untuk sang Sheikh, yang beberapa bulan yang lalu masih menikmati dikelilingi istri-istri mudanya, tanah gratis yang ditinggalinya dan pengikut-pengikut yang meminum air bekas cuci tangan sang Sheikh.
9স্থানীয় এক সংবাদপত্রের ওয়েবসসাইটে পাঠকেরা তার প্রতি ছিল আরো বেশী ক্ষমাশীল।Pembaca situs web berita lokal lebih menunjukkan belas kasihan.
10যদিও কয়েক মাস আগে তাজিক নেট নাগরিকেরা তার প্রতি ক্ষুব্ধ ছিল এবং সে সময় তার কঠোর শাস্তি দাবী করেছিল। কিন্তু যখন আদালতের রায় যখন জনগণের কাছে এসে পৌঁছায় তখন অনেকে তাকে মুক্তি প্রদানের আহ্বান জানায়।Walau beberapa bulan yang lalu masyarakat Tajik murka pada sang Sheikh dan menuntut hukuman yang berat, banyak pula masyarakat yang meminta agar dia dibebaskan setelah mengetahui putusan pengadilan.
11ওজোদাগান-এ খায়ের নামের এক পাঠক লিখেছে :Dalam situs Ozodagon, pembaca bernama Khayr menulis:
12এই গরীব ব্যক্তিটিকে ছেড়ে দিন।Bebaskan pria miskin ini.
13সকল কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত।Semua pejabat juga melakukan korupsi.
14শ্রদ্ধেয় বিচারক, আপনি কি আপনার দামী গাড়ী এবং বিলাসবহুল বাড়ী বেতনের টাকা দিয়ে কিনেছেন?Hakim yang terhormat, apa anda membeli mobil mahal dan rumah mewahmu dengan uang gajimu saja?
15ওজোদাগান এই [এই [মন্তব্যটি]] প্রকাশ করছে !Ozodagon, publish [this comment]!
16মারহাবো নামের আরেকজন ওজোদাগান পাঠক এই বিষয়ে একমত :Pembaca lain Ozodagon, Marhabo, setuju dengan pernyataan ini:
17আপনারা কেবল গরীবদের [কারাগারে] পুরতে পারেন, মানবতা কোথায়?Kamu hanya bisa [memenjarakan] orang-orang miskin saja.
18এই বয়স্ক মানুষটি হয়ত কারাগারে মারা যাবে।Dimana ada perikemanusiaan? Orang tua ini bisa mati dipenjara.
19ধারাভাষ্যকার কালেখোজনিক দি এশিয়া প্লাস ওয়েব-সাইট শেখের শাস্তি নিয়ে লেখা একটি প্রবন্ধ লিখেছেন, ওয়েবসাইট যার বাক্যের দৈর্ঘ্যে বিস্মিত হয়েছিল:Kalkhoznik, komentator lain yang menuliskan pendapatnya dibawah artikel tentang hukuman Sheikh yang dipublikasikan di Asia Plus web-site merasa kaget dengan lamanya hukuman: Sulit memahami alasan keputusan ini.
20এই রায়ের পেছনে কারণটি উপলব্ধি করা খুব কঠিন, শেখ একজন সুফি, যার রাজনীতিতে কোন আগ্রহ নেই, তিনি কোন এক পাহাড়ের পাদদেশ বাস করেন।Sheikh adalah seorang Sufi, tidak tertarik politik, tinggal di dalam pegunungan, tidak mengganggu orang lain, dan untuk dakwaan-dakwaan yang dituduhkan padanya..
21তিনি কাউকে বিরক্ত করেন না, এবং তার বিরুদ্ধে যে সমস্ত অপরাধের অভিযোগ আনা হয়েছে… এই বিষয়টি গোপনীয় থেকে যাচ্ছে যে কেন তারা তাকে প্রকাশ্যে শাস্তি দিতে চায়।Ada rahasia dibalik mengapa mereka ingin menghukumnya dengan publikasi yang begitu besar.
22তবে পর্যবেক্ষকদের মতে, এই ফলাফল অবশ্যম্ভাবী।Tetapi, bagi pengamat lain, alasannya jelas.
23তাজিকিস্তান সরকার রাষ্ট্রীয় অনুমোদন এবং ধর্মীয় দিক থেকে পবিত্র ব্যক্তি ব্যাতিত সকল ধরনের ইসলামিক কর্মকাণ্ডের প্রতিনিধিত্ব করে এমন ব্যক্তির প্রতি কঠোর, যার মাঝে সরকার পন্থী ইমামরা দেশটির একমাত্র ধর্মীয় মতাদর্শ ভিত্তিক বিরোধী দল বিরুদ্ধে খুতবা প্রদান করে, এদিকে সংবাদ পাওয়া গেছে যে পুলিশ যে সমস্ত মুসলমান দাঁড়ি রেখেছে তাদের জোর করে দাঁড়ি কেটে ফেলতে বাধ্য করেছে।Pemerintah Tajikistan berusaha menekan semua representasi agama Islam sebatas versi sangat sederhana yang disetujui pemerintah, sementara para imam yang pro-pemerintah berceramah menentang partai politik oposisi yang berbasis agama. Polisi juga dilaporkan memaksa Muslim yang memelihara cambang dan jenggot untuk bercukur.
24এদিকে শেখ তেমুর-এর ভণ্ডামিপূর্ণ আচরণ ছিল কোরানের নিয়ম নীতির অনেক বাইরে। এই ঘটনার মধ্যে দিয়ে কর্তৃপক্ষ অন্য সকল সম্প্রদায়ের কাছে এক বার্তা প্রদান করেছে যে যেন ধর্মীয় অনুশীলনের সময় রাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যকে যেন উপেক্ষা না করা হয়।Sementara tindakan Sheikh Temur sangat bertentangan dengan ajaran Qur'an, pihak berwenang mungkin juga ingin mengirimkan pesan pada sekte lain yang mungkin merusak monopoli negara atas praktik keagamaan.