Sentence alignment for gv-ben-20130419-35876.xml (html) - gv-ind-20130415-5150.xml (html)

#benind
1পাকিস্তানের প্রগতিশীল ফ্যাশনশিল্পের এক দুর্লভ মুহূর্তMengintip ke Dalam Industri Mode Pakistan Nan Progresif
2পাকিস্তানে ধর্মীয় সহিংসতা আর মার্কিন ড্রোন আক্রমণ চলছেই। তবে সাম্প্রতিক ফ্যাশন সপ্তাহ এই অশান্তির মধ্যেও দেশটিতে কিছুটা হলে শান্তি বয়ে এনেছিল।Ketika kekerasan atas nama agama dan serangan pesawat tempur tanpa awak milik Amerika terus mewabah Pakistan, ajang Pekan Mode menawarkan sedikit kelegaan ditengah kekacauan negeri.
3ফ্যাশন পাকিস্তান সপ্তাহের লাইভ-স্ট্রিমিং প্রচারিত হয় এপ্রিল মাসের ৯-১০ তারিখে। করাচি থেকে।Pekan Mode Pakistan kini sedang ditayangkan secara live pada tanggal 9-10 Apri, 2013 dari Karachi dan acara ini menampilkan karya 27 perancang Pakistan.
4এতে পাকিস্তানের ২৭ জন ফ্যাশন ডিজাইনারের পোশাক প্রদর্শনী হয়েছে।Banyak yang tidak tahu, mode memegang peranan penting dalam keseharian di Pakistan.
5বিশ্বের বেশিরভাগ মানুষ জানেই না যে, পাকিস্তানীদের জীবনে ফ্যাশনের ব্যাপক ভূমিকা রয়েছে।
6পাকিস্তান ফ্যাশন সপ্তাহPekan-Pekan Mode Pakistan
7২০০৯ সাল থেকে পাকিস্তানে অসংখ্য ফ্যাশন সপ্তাহের আয়োজন হয়েছে।Sejak tahun 2009, Pakistan telah menjadi tuan rumah belasan pekan mode.
8আর এই ফ্যাশন সপ্তাহ আয়োজনের মধ্যে দিয়ে পাকিস্তান বিশ্বকে দেখিয়ে দিয়েছে এই শিল্পে তাদের পেশাগত দিক ও বিকাশমান ধারাকে।
9এতে অবশ্য পাকিস্তানের মানুষদের সাংস্কৃতিক বিশ্বাস বা রক্ষণশীলতা বাঁধা হয়ে দাঁড়ায়নি।
10এপ্রিলে করাচিতে অনুষ্ঠিতব্য ব্রাইডাল কোচার সপ্তাহ এবং লাহোরে অনুষ্ঠিতব্য অন্য একটি ফ্যাশন সপ্তাহের পরেই ফ্যাশন পাকিস্তান উইকের স্প্রিং/সামার ২০১৩ পর্ব অনুষ্ঠিত হবে।
11ব্রাইডাল ফ্যাশন সপ্তাহ থাকবে বিয়ের পোশাকের জমকালো প্রদর্শনী।Pekan-pekan mode ini menawarkan sepintas tampilan industri profesional yang kini sedang berkembang.
12গ্লোবাল ভয়েসেস-এর পক্ষ থেকে প্রদর্শনীতে অংশ নেয়া তিনজন ফ্যাশন ডিজাইনারের সাক্ষাৎকার নেয়া হয়েছে।Industri ini menampilkan sisi lain Pakistan bahwa negara ini tidaklah sekaku dan sekonservatif yang sebagian besar kita duga..
13সাক্ষাৎকারে তারা তাদের দেশের পরিস্থিতি, নতুন নতুন ফ্যাশনের উদ্ভাবন ও তৈরির বিষয় নিয়ে কথা বলেছেন: ফ্যাশনাবলি ইউরস অনুষ্ঠানে জারি ফয়সাল।Edisi musim Semi/Panas 2013 Pekan Mode Pakistan akan diikuti oleh dua ajang mode di bulan April, yaitu Pekan Mode Perkawinan yang akan fokus pada tema mode perkawinan dan Pekan Mode Lahore.
14ফয়সাল কাপাডিয়ার ভিমিও থেকে নেয়া। ফ্যাশনাবলি ইউরস অনুষ্ঠানে হাসিনা খানানি।Global Voices mewawancara tiga desainer yang akan mengepalai ajang ini, mereka menjelaskan bahwa kreasi dan karya terus dikembangkan kendati situasi buruk negara:
15ফয়সাল কাপাডিয়ার ভিমিও থেকে নেয়া। ফ্যাশনাবলি ইউরস অনুষ্ঠানে মোনা ইমরান।Fashionably yours -Zari Faisal direkam oleh Faisal Kapadia diunggah di Vimeo.
16ফয়সাল কাপাডিয়ার ভিমিও থেকে নেয়া।Fashionably yours - Hasina Khanani direkam oleh Faisal Kapadia diunggah di Vimeo.
17ফ্যাশন সপ্তাহে ডিজাইনাররা গ্রাহকের কাছে পৌঁছাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারও করেছিলেন।Fashionably yours - MONA IMRAN direkam oleh Faisal Kapadia diunggah di Vimeo.
18এক্ষেত্রে দারুণ একটা উদাহরণ হলো এই ই-স্টোরটি।Para desainer juga menggunakan teknologi baru untuk menjangkau pangsa pasar mereka.
19এখানে র‌্যাম্পে হেঁটে বেড়ানো পোশাকগুলো ঘণ্টাখানেক মধ্যেই যে কেউ পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিনতে পারেন।Salah satu contohnya adalah E Store ini yang akan menampilkan koleksi pakaian beberapa jam selepas koleksi tersebut tampil di catwalk.
20ফ্যাশন পাকিস্তান উইক সোশ্যাল মিডিয়াতেও রেকর্ড ভঙ্গ করেছে।Koleksi-koleksi ini akan tersedia bagi klien domestik dan internasional.
21শুধু লাইভ-স্ট্রিমিং-ই হয়নি, ফ্যাশন ব্লগার নাইদা মোঘল এটা নিয়ে লিখেছেন।Pekan Mode Pakistan dipersiapkan untuk meretas batasan-batasan media sosial negara itu.
22টুইটারেও অনুষ্ঠানের প্রচারণা চলেছে। যদিও ইন্টারনেট সংযোগ নিয়ে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে।Acara bukan saja ditayangkan via Internet secara langsung, namun narablog modeseperti Nida Moughal dan beberapa Twitterati akan melipun ajang ini.
23কারণ দেশের ইন্টারনেট ব্যবস্থাকে সংযুক্ত রাখার সাবমেরিন ক্যাবলের চারটির মধ্যে দুইটিই নষ্ট ছিল।Internet merupakan hambatan terbesar, karena Pita Lebar (Broadband) dalam negeri sedang mengalami gangguan karena dua dari empat kabel bawah laut Pakistan sedang mengalami gangguan.
24ফ্যাশনের সাথে তালেবানের বিরোধFashionistas Against Taliban
25পাকিস্তানের প্রথম ফ্যাশন সপ্তাহ পালিত হয় ২০০৯ সালে। তালেবানরা হুমকি দিয়ে এটি বন্ধ করে দিতে চেয়েছিল।Keprihatinan atas keamanan dalam negeri dan ancaman-ancaman Taliban yang mewarnai Pekan Mode Pakistan pertama di tahun 2009 menandai munculnya gerakan Fashionistas Against Taliban (#FAT) - Pemuja Mode Menentang Taliban.
26এই হুমকিই জন্ম দিয়েছিল তালেবান বিরোধী ফ্যাশন আন্দোলনের (#FAT)। এই ঘটনা পার্শ্ববর্তী দেশসমূহের যুদ্ধ প্রতিনিধিদের পাকিস্তানে টেনে নিয়ে এসেছিল ফ্যাশনের বিষয়টি কাভার করার জন্য।Ajang ini menimbulkan perang tulisan bertema mode dari negara-negara tetangga Pakistan dan telah menjadi sumber siulan satir, memes dan Grup Facebook yang menjadi kiblat bagi pengguna media sosial Pakistan.
27একই সঙ্গে এটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ব্যঙ্গ টুইট, মিম এবং ফেসবুক ব্যবহারকারীদের কাল্টদের মতো স্ট্যাটাস দেয়ার উৎস হয়েছিল।
28পাকিস্তানী ফ্যাশন ডিজাইনার দীপক পারওয়ানি।Desainer Pakistan Deepak Perwani.
29ছবি অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Foto digunakan dengan izin.
30সাবাহাত জাকারিয়া ( সাবিজ্যাক)একজন টুইটার ব্যবহারকারী।Sabahat Zakariya (@sabizak_) yang menjabarkan dirinya sebagai ‘reverse snob and tweeter about life' dalam profil Twitternya mengatakan:
31তিনি তার টুইটার প্রোফাইলে লিখেছেন, সামাজিক শ্রেণী ব্যবধানের নিকুচি করি, দিনযাপনের সবকিছু নিয়েই টুইট করি।
32তালেবানবিরোধী ফ্যাশন আন্দোলন নিয়ে তার মন্তব্য হলো:@sabizak_ (Sabahat Zakariya): #FAT “@tammyhaq: Bersyukur atas Pekan Mode.
33সাবিজ্যাক (সাবাহাত জাকারিয়া): #FAT “@ তাম্মিহক: ফ্যাশন সপ্তাহ ভালোয় ভালোয় শেষ হওয়ায় ধন্যবাদ।Pekan Mode ganda akan memberikan kelegaan dari tekanan pemilu”
34একটার পর একটা ফ্যাশন সপ্তাহ আমাদের নির্বাচনের দিকে অতি মনোযোগ থেকে রেহাই দিবে।“Lebih dari satu kali, #FAT digunakan untuk menyemarakkan media sosial Pakistan.
35একাধিক উপলক্ষে পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে খোঁচা দেয়ার মতো একটা মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
36মোশাররফজায়েদী) নামের একজন আমলা এবং কলামলেখক সরস মন্তব্য করেছেন:Mosharraf Zaidi (@mosharrafzaidi) birokrat dan kolumnis yang terkenal karena lelucon jayusnya mengatakan:
37মোশাররফজায়েদী (মোশাররফ জায়েদী): পুরাই তালেবান!@mosharrafzaidi (Mosharraf Zaidi): Taliban banget!
38আরটি হল্যান্ড_টম: “চমৎকার ডাইনিং আর আবেশ মিলে ফ্যাশন রাষ্ট্রের অসুস্থতার চিহ্ন দেখিয়ে দিচ্ছে।“RT @holland_tom: “Fine dining dan obsesi mode merupakan tanda penyakit dalam tubuh negara.
39সেনেকা।” - Seneca.
40#FAT#FAT
41অনুসন্ধানী ব্লগার এবং টুইটার ব্যবহারকারী শহীদ সাঈদ ( শহীদসাঈদ) কিম্ভূত চুলের রঙের জন্য পরিচিত এক পাকিস্তানী রাজনীতিবিদের ছবি টুইট করেন:
42শহীদসাঈদ (শহীদ সাঈদ): শিরীন মাজারির চুল #FAT হতে পারে! twitter.com/afi_alikhan/st… ফ্যাশন পাকিস্তান উইকের মিম।Narablog investigasi dan pengguna Twitter Shahid Saeed (@shahidsaeed) menyiulkan foto politisi Pakistani yang terkenal karena warna rambut ala punknya:
43অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। সামরামুসলিম) একজন আত্মস্বীকৃত জুতো প্রেমিক।@shahidsaeed (Shahid Saeed): Shireen Mazari's hair be so #FAT twitter.com/afi_alikhan/st…
44একই সঙ্গে বিপণন পেশায় জড়িত।Meme untuk Pekan Mode Pakistan - digunakan dengan izin
45সোশ্যাল মিডিয়ায় ফ্যাশন পাকিস্তান উইক ঘিরে যেসব আলোচনা সেগুলো তিনি টুইট করেন:Samra Muslim (@samramuslim), pencinta sepatu, marketing, dan media menyiulkan gegap gempita media sosial yang menyelubungi Pekan Mode Pakistan:
46সামরামুসলিম: #এফপিডব্লিউ এর কাছ থেকে উত্তর আশা করছি। এটা #পাকিস্তানের #সোশ্যালমিডিয়ার উপর চমত্কার একটি #কেসস্টাডি হতে পারে।@samramuslim: Menantikan #FPW sekarang - sungguh-sungguh merasa ini akan menjadi s #socialmedia #casestudy yang luar biasa dari #Pakistan!
47শুভকামনা #ফ্যাশনপাকিস্তান ডিপারওয়ানি।Good luck @fashionpakistan @dperwani
48উমাইরমির্জা) “ডিজিটাল যুগে” যোগ দেয়ার মাধ্যমে ফ্যাশন সপ্তাহ উদযাপন করছেন:Umair Mirza (@Umairmirza) merayakan bergabungnya pekan mode kedalam “era digital”:
49উমাইরমির্জা: #এফপিডব্লিউ এর সবচেয়ে ইন্টারঅ্যাকটিভ আয়োজন বোধহয় এবারই হলো! আপনার দেখে মনে হবে যেন আপনি অনুষ্ঠানস্থলেই আছেন!@Umairmirza: #FPW paling interaktif sejauh ini! kamu akan merasa seakan kamu berada di tempat acara ! terima kasih @fashionpakistan. ini sungguh sebuah cinta ERA DIGITAL !
50ধন্যবাদ #ফ্যাশনপাকিস্তান। এটাই বোধহয় ডিজিটাল যুগের ভালোবাসা!Acara ini, yang menampilkan sisi lain Pakistan, dapat dilihat di sini:
51পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠান দেখা যাবে।
52দেখতে চাইলে এখানে ঢু মারুন: