Sentence alignment for gv-ben-20100608-11170.xml (html) - gv-ind-20100602-3240.xml (html)

#benind
1প্যালেস্টাইন: “গাজা তোমাদের বিজয়ী হিসেবে অভিবাদন জানাচ্ছে”Palestina: “Gaza menyambut kalian sebagai pemenang”
2৩১শে মে সোমবার সকালের শুরুতে যখন ফ্রিডম ফ্লোটিলায় মৃত্যুর ঘটনার কথা ছড়িয়ে পড়ে তখন মধ্যপ্রাচ্য এবং সারাবিশ্বের জনতা এক ধাক্কা খায় এবং এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে।Warga di seluruh penjuru Timur Tengah - dan di seluruh dunia - dikejutkan dan marah mendengar kabar kematian yang terjadi di kapal Freedom Flotilla Senin dini hari.
3গাজার দিকে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে যেতে থাকা ফ্রিডম ফ্লোটিলা নামক জাহাজের বহরের উপর আক্রমণের সংবাদে ফিলিস্তিনি ব্লগাররা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া প্রকাশ করে।Narablog Palestina menuliskan reaksi awal mengenai aksi razia kapal bermuatan bantuan kemanusian diperuntukkan bagi warga Gaza.
4গন্তব্যে যাওয়ার লক্ষ্যে চলছে ফ্রিডম ফ্লোটিলা- (ছবি ফ্রিগাজার সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে এটিকে পুনরায় প্রকাশ করা হয়েছে)Freedom Flotilla - dalam perjalanannya (foto karya FreeGaza, direproduksi dengan izin Creative Commons Licence)
5লাইফ অন বির জেইট ক্যাম্পাস (বিরজেইট পশ্চিম তীরের এক বিশ্ববিদ্যালয়)- ব্লগে যে সমস্ত ছাত্র লেখে তারা ইজরায়েলের এই কাণ্ডে হতভম্ব:Para mahasiswa Universitas Birzeit di Tepi Barat, menulis pos blog di Life on Bir Zeit Campus, mereka terkejut akan aksi Israel:
6আজ দিনের শুরুতে তারা যে কাণ্ড ঘটাল তা কোন ভাবে পরিমাপ করা যায় না।Apa yang mereka lakukan dini hari barusan benar-benar tidak dapat dipercaya.
7এটা বোধহীন একটা কাজ।Sungguh tak bijaksana.
8এটা ভয়ঙ্কর, অপ্রয়োজনীয় এবং নির্মম।Mengerikan, tidak penting, dan brutal.
9[…] সবচেয়ে খারাপ অনুভূতি হচ্ছে এক নি:সঙ্গ অসহায়ত্বের অনুভূতি, যেখানে আপনি কোন কিছু করতে পারছেন না, যেখানে এই সুন্দর আত্মার মানুষগুলো ফ্লোটিলা নামক জাহাজের পাটাতনে (ডেকে) মৃত্যু ও আঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছে এবং মানসিকভাবে সীমাবদ্ধ এক রাষ্ট্রের সন্ত্রাসবাদের শিকার হচ্ছে।[…] Perasaan paling mengerikan adalah mengetahui bahwa kita tidak mampu melakukan apapun untuk menolong, sedangkan mereka yang berjiwa besar ini menderita hingga mari dan terluka dan diteror oleh negara yang mengalami keterbelakangan mental.
10মুতাসাহরিদ গাজার একজন ব্লগার, যিনি বর্তমানে পশ্চিম তীরে বাস করেন এবং ফ্লোটিলার যাত্রীদের প্রতি তার অনুভূতির কথা লিখেছেন।:Mutasharrid, penulis blog dari Gaza yang kini menempuh jenjang pendidikan di Tepi Barat, menuliskan perasaannya mengenai penumpang flotilla:
11বিশ্বের মুক্ত মানুষ।Warga dunia yang merdeka.
12সামরিক বাহিনীর কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসবাদী ঘটনা ঘটানো।Para teroris mendapat perintah dari angkatan bersenjata.
13না তোমরা অবরোধ ভাঙ্গতে পারোনি।Tidak, kalian tidak mendobrak blokade.
14তোমাদের পায়ের পাতা সমুদ্রতটে পৌঁছতে পারেনি, যে তীর হুদার কান্না এবং তার বোনের রক্তে উর্বর হবে।Jemari kaki kalian tidak menyentuh bibir pantai yang digemburkan oleh air mata Huda dan darah saudara-saudara perempuannya.
15তোমরা সেখানে শূন্যে স্বাধীনতার প্রসাদ গড়তে পারোনি।Kalian tidak berhasil membangun istana pasir kebebasan di sana.
16কিন্তু তোমরা ভেঙ্গে ফেলেছে তার চেয়েও বড় কিছু- যদি আমার আত্মা তোমাদের জন্য বলিদান দিতে পারতাম।Namun kalian mendobrak - semoga jiwaku dapat dikorbankna bagi kalian - sesuatu yang lebih besar.
17তোমরা একটি রাষ্ট্রে স্বচ্ছ চেহারা যা প্রসাধন এবং মিথ্যার উপর তৈরি তা ভেঙ্গে ফেলেছ।Kalian menghancurkan paras kristal negara yang dibangun atas kepalsuan dan kebohongan.
18তোমরা সমুদ্রে তাদের মিথ্যার মুখোশ খুলে ফেলেছ এবং দেখিয়েছ তাদের রণতরীর বিষদাঁত কত ভয়ঙ্কর, যা এক বাক্স ওষুধ ও হুইলচেয়ারের জন্য সর্বোচ্চ সতর্ক।Ke laut, kalian lemparkan topeng palsunya, dan kalian beberkan taring kapal laut yang dipenuhi kotak obat-obatan dan kursi roda.
19ফ্রিডম ফ্লোটিলা- ব্যানার (ছবি ফ্রিগাজার, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে এটিকে পুনরায় প্রকাশ করা হয়েছে)Freedom Flotilla - Spanduk (foto karya FreeGaza, direproduksi dengan izin Creative Commons)
20গাজা থেকে ব্লগ করেন ওলা। তিনি একটি পোস্ট লিখেছেন যার নাম পাইরেট অফ দা মেডিটেরিনিয়ান (ভূমধ্যসাগরের জলদস্যু):Ola, penulis blog From Gaza, menulis sebuah pos berjudul Pirates of the Mediterranean:
21যারা ভাবে জলদস্যুদের যুগ শেষ হয়ে গেছে… অথবা যা কেবল হলিউডের কাল্পনিক চলচ্চিত্রে নির্দিষ্ট বিষয় হয়ে গেছে…. তোমরা ফ্রিডম ফ্লোটিলায় যারা শহীদ হয়েছ….Kalian yang menyangka zaman pembajak laut telah usai… Atau mengira bahwa hal itu telah menjadi khayalan Hollywood semata… Pikir lagi!
22গাজা তোমাদের বিজয়ী হিসেবে অভিবাদন জানাতে চায়.. কিন্তু বেহেশত তোমাদের শহীদ হিসেবে গ্রহণ করেছে … সমুদ্রের ঢেউ এবং গাংচিল আর সূর্যান্ত, সকলে তোমাদের জন্য কাঁদছে…Kalian, para martir yang menumpang kapal Freedom Flotilla… Gaza memanggil kalian pemenang…tapi surga menyambut kalian sebagai martir… Ombak-ombak laut dan burung-burung camar dan mentari yang terbenam berduka bagi kalian…