Sentence alignment for gv-ben-20090923-6465.xml (html) - gv-ind-20090928-2196.xml (html)

#benind
1ওমান: ওমানী ব্লগাররা সোয়াইন ফ্লুর বিরুদ্ধে লড়াই করার জন্য রাস্তায় নেমেছেNarablog Oman Turun ke Jalan Untuk Melawan Flu Babi
2গতকাল ওমানী ব্লগাররা তাদের সোয়াইন ফ্লু সচেতনতা প্রচারণা শুরু করেছে। সোউক মাথ্রা থেকে তাদের এই যাত্রা শুরু হয়, যেখানে তারা সোয়াইন ফ্লু সম্বন্ধে ধারণা এবং এ রোগ সম্বন্ধে লোকজনকে সতর্ক বার্তা ছড়িয়ে দিচ্ছে।Kemarin narablog Oman telah memulai Kampanye Kesadaran Flu Babi dengan melintasi Souq Matrah untuk menyebarkan pesan dan memberikan informasi pada masyarakat.
3এই প্রচারণার মুল প্রবক্তা হামেদ আল ঘাইতি এবং এর পরবর্তী ধাপকে এগিয়ে নেবার দায়িত্ব যৌথ ভাবে নিয়েছে বদর আল হিনাই, আম্মার আল মামারি, ওয়ালেদ আল নাবাহানি, হাশার আল মানথারি এবং মুয়াইয়া আল রাওয়াহি।Kampanye ini pertama kali digagas oleh Hamed Al Ghaithi, kemudian dikembangkan bekerjasama dengan Bader Al Hinai, Ammar Al Mamari, Waleed Al Nabhani, Hashr Al Manthari, dan Muawiyah Al Rawahi.
4এই সমস্ত ব্লগাররা হোটেল রেস্তোরায় ও কফির দোকানে জীবাণু ধ্বংসকারী উপাদান সরবরাহ করছে এবং হোটেল কর্মচারীদের দেখাচ্ছে, হোটেল থেকে গ্রাহক চলে যাবার পর কি ভাবে টেবিল পরিষ্কার করতে হবে।Para narablog membagikan pembersih/desinfektan di restoran dan warung kopi dan memandu staf di tempat-tempat tersebut metode yang benar untuk membersihkan meja setelah pelanggan pergi.
5রেস্তোরা ও কফির দোকানগুলো এই বিষয়ে সাড়া দিচ্ছে এবং মনে হচ্ছে তারা বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছে, সম্ভবত হোটেল কর্মচারীদের অনেকে ভেবেছে যে ব্লগাররা স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোক।Restoran dan warung kopi sangat terbuka dalam menerima saran mereka dan bersungguh-sungguh, kemungkinan besar karena mereka mengira para narablog ini adalah utusan resmi dari Departemen Kesehatan.
6এরপর ব্লগাররা ট্যাক্সি ড্রাইভারদের কাছে আসেন এবং তাদের এলকোহলে হাত জীবাণু মুক্ত করার সুবিধা সম্বন্ধে জানান ও মুখে মুখোশ পরার কথা বলেন যাতে এই রোগে আক্রান্ত হবার ঝুঁকি কমে যায়।Para narablog kemudian menghampiri para pengemudi taksi untuk menginformasikan keuntungan menggunakan cairan pembersih tangan beralkohol dan masker wajah untuk mengurangi resiko penularan.
7ট্যাক্সি ড্রাইভারদের স্যানটাইজার বা জীবাণুমুক্ত করণ সম্বন্ধে কোন ধারণা ছিল না এবং তাদের ধরে নিয়েছিল এগুলো এক ধরনের তরল যা পানি ব্যবহার করে পরিষ্কার করার জন্য।Kebanyakan dari para pengemudi tidak mengetahui kegunaan pembersih tangan dan mengira pembersih tangan ini adalah sabun cair yang harus dibasuh dengan air.
8এই কাজের শেষ পর্বটি চিল সোউক এ হেঁটে যাওয়া যাতে সেখানে আসা ব্যক্তিদের এলকোহল জাতীয় উপাদান দিয়ে হাত জীবাণুমুক্ত করণের সুবিধার বিষয়টি বোঝানো যায়।Usaha terakhir program adalah berkeliling souq (catatan penerjemah: pasar tradisional) untuk menginformasikan para pengunjung keuntungan menggunakan pembersih tangan beralkohol.
9এই কাজটি কি ভাবে করা হয়েছে সে সম্বন্ধে জানিয়ে ব্লগার মুয়াইয়াহ ছবি সহ এক বিস্তারিত পোস্ট করেছেন এবং সোউক এ আগত ব্যক্তিদের বিভিন্ন প্রতিক্রিয়া সম্বন্ধে জানাচ্ছেন।Narablog Muawiyah menulis pos mendetail lengkap dengan gambar tentang bagaimana acara ini berlangsung dan beragam reaksi yang mereka terima dari para pengunjung souq.
10ঈদের ছুটির পরে সোয়াইন ফ্লুর বিরুদ্ধে এক প্রচারণার সময় সূচি নির্ধারণ করা হয়েছে, কিন্তু এখনো অনলাইনে সে বিষয়ে বিস্তারিত কিছু পাওয়া যাচ্ছে না।Lanjutan acara kampanye terhadap Flu Babi seharusnya dilaksanakan selama liburan Idul Fitri, namun detail lebih lanjut mengenai acara ini belum dicantumkan secara daring.