# | ben | ind |
---|
1 | সম্ভবত বলিভীয়রা বিশ্বের সবচেয়ে একনিষ্ঠ “সিম্পসনস” ভক্ত | Bolivia Mungkin Memiliki Fans ‘Simpsons’ Paling Setia di Dunia |
2 | মিছিলে বার্ট সিম্পসনের মুখোশ পড়া এক বিক্ষোভকারী, যে মিছিলে ইউনিটেলের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা “দি সিম্পসনস” নামক সিরিয়ালটি আবার প্রদর্শন শুরু করে। | Seorang demonstran memegang sebuah kepala Bart Simpson saat berunjuk rasa agar Unitel menayangkan kembali “The Simpsons”. |
3 | স্ক্রিনশট ইউটিউব থেকে নেওয়া হয়েছে। | Screenshot dari YouTube. |
4 | বলিভিয়ার টিভি চ্যানেল ইউনিটেল সম্ভবত কল্পনা করতে পারেনি যে এক সপ্তাহ আগে রিয়েলিটি টিভি অনুষ্ঠান “কালে ৭”-এর জন্য আরো জায়গা তৈরীর উদ্দেশ্যে ‘দি সিম্পসনস' নামক ধারাবাহিক কার্টুন নাটকটির তার প্রচলিত সময়ে প্রদর্শন বন্ধ করে দেওয়ার ঘটনা দেশটির বিভিন্ন শহর জুড়ে বিক্ষোভের সৃষ্টি করবে: | Stasiun TV Bolivia Unitel mungkin tidak membayangkan bahwa keputusan beberapa minggu lalu untuk menggeser “The Simpsons” dari jadwal tayang biasanya, untuk membuka celah bagi acara realitas “Calle 7” akan menimbulkan aksi demonstrasi di beberapa kota di Bolivia. |
5 | লা পাজ এবং সান্তা ক্রুজ ডি ওহ! নামক শহরে কালে ৭-এর বিরুদ্ধে এবং দি সিম্পসনসের আবার প্রদর্শন শুরু করার দাবীতে ফেসবুকে বিক্ষোভের আয়োজন করা হয়েছে। | Demonstrasi/gerakan (yang) diorganisir melalui Facebook terhadap Calle 7 untuk The Simpsons di La Paz dan Santa Cruz. |
6 | লা পাজ, সান্তা ক্রুজ এবং কোচাবাম্বার সড়কে ৬ ফেব্রুয়ারি তারিখে বিক্ষোভ প্রদর্শিত হয়, এবং এই জনপ্রিয় ধারাবাহিকের জন্য হৈচৈ সৃষ্টিকারী শত শত ভক্ত এতে অংশ নেয়। | D'oh! Gerakan tersebut diadakan pada 6 Februari di La Paz, Santa Cruz dan Cochabamba, dan mereka mengerahkan ratusan penggemar serial populer tersebut. |
7 | এক ইউটিউব ভিডিও আমার পছন্দ হয়েছেঃ এতে স্লোগান দেওয়া হয়েছে “কালে ৭ নিপাত যাক”। বলিভিয়ায় দি সিম্পসনস মিছিল। | Saya menyukai sebuah video YouTube: Nyanyian “Kematian untuk Calle 7″ Demonstrasi The Simpsons Bolivia |
8 | তবে বিক্ষোভকারীরা একই সাথে তথাকথিত “ট্র্যাশ টিভির” বিরুদ্ধেও বিক্ষোভ করে এবং স্থানীয় টিভিতে আরো বেশী সংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনের অনুরোধ জানায়। | Namun para demonstran juga memprotes tentang apa yang disebut dengan “trash TV” (TV sampah) dan meminta lebih banyak program budaya pada televisi lokal. |
9 | দি সিম্পসনসের পক্ষে, এবং কালে ৭ নামক অনুষ্ঠানের বিপক্ষে এই মিছিল, যা ইউনিটেলে প্রদর্শিত হচ্ছে এবং এই মিছিল ট্র্যাশ টিভির বিরুদ্ধেও। | Gerakan untuk The Simpsons, melawan program Calle 7 yang ditayangkan oleh Unitel dan melawan TV Sampah #SantaCruz |
10 | যেমনটা আশা করা হয়েছিল, এই বিষয়ে সকলে একমত নয় যে একটা টিভি অনুষ্ঠানের জন্য বিক্ষোভ সময়ের সেরা ব্যবহার বিশেষ করে যখন আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে: | Seperti yang diperkirakan, tidak semua orang setuju bahwa memprotes sebuah program televisi adalah bentuk penggunaan waktu terbaik disaat ada masalah-masalah yang lebih penting: |
11 | আমরা বিশ্বাস করি যে এটা একটা রসিকতা… “ সংস্কৃতিক উপনিবেশিকতার থেকে মুক্তি লাভের” বিষয়টির কোথায় গিয়ে পরিসমাপ্তি ঘটেছে। | Kami percaya bahwa hal ini adalah lelucon…. Dimana “dekolonisasi budaya” berakhir. |
12 | হা হা হা। | Ha ha ha |
13 | স্থানীয় নাগরিকরা দি সিম্পসন-এর জন্য মিছিল করছে, কিন্তু অপরাধ নিয়ে কেউ কথা বলছে না। | Penduduk lokal akan membuat pergerakan untuk The Simpsons, tapi tidak ada yang berbicara apapun mengenai kriminalitas.. |
14 | ভাল… সান্তা ক্রুজ… ভাল। | Bagus Santa Cruz.. |
15 | এই বিক্ষোভ প্রদর্শন ইউনিটেলকে এর জনপ্রিয়তা উপলব্ধি করাতে সফল হয়েছে, এই টিভি চ্যানেল যা ‘দি সিম্পসন' দেখাত, তারা ৯ মার্চ থেকে আবার এই ধারাবাহিক কার্টুন অনুষ্ঠানকে বলিভিয়ার দর্শকদের মাঝে ফিরিয়ে আনতে যাচ্ছে। | Bagus Demonstrasi tersebut berhasil dalam meyakinkan Unitel, stasiun televisi yang menayangkan “The Simpsons”, untuk mengembalikan tayangan series tersebut ke layar kaca penduduk Bolivia pada 9 Maret. |
16 | এক ব্যাপক এবং অভূতপূর্ব বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে দি সিম্পসনস আবার টিভিতে ফিরে এসেছে (এবং ডেলিউসকে আর টিভিতে দেখা যাচ্ছে না, দারুণ অর্জন) । | The Simpsons kembali setelah demonstrasi besar-besaran yang belum pernah terjadi sebelumnya di tiga kota (dan Delius tidak lagi [ditayangkan] di TV, pencapaian yang sangat baik) |
17 | তবে কেউ কেউ পুরো বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে: | Meskipun begitu, beberapa orang curiga tentang semuanya: |
18 | টুইটারে জেসি পেরেইরাস্তা বলছে -কেন? | @jcpereirasta mengapa? |
19 | তার বদলে এমন কিছু দেখাও যা বলিভিয়ায় সবসময় ঘটছেঃ যদি কেউ কোন কিছু পছন্দ না করে, তাহলে এর প্রতিবাদ কর, আমি তা পছন্দ করি। | Daripada menayangkan sesuatu yang selalu terjadi di Bolivia: jika kau tidak menyukai sesuatu, protes, saya menyukai itu. |
20 | তার উত্তরে হুয়ানহোসেবলিভিয়া বলছে- সমস্যাটি হচ্ছে এই যেঃ (সিম্পসনের) জন্য বিক্ষোভের আয়োজন কেবল বাণিজ্যিক কারণে (ইউনিটেল)=দক্ষতার সঙ্গে এদের ব্যবহার করা হয়েছে। | @juanjosebolivia masalahnya hanya: mengorganisir demonstrasi (Simpson) untuk tujuan komersil (Unitel) = manipulasi |
21 | এমনকি “দি সিম্পসনসরাও” বলিভিয়ার ভক্তদের একনিষ্ঠতার প্রতি তাদের মুগ্ধতা নিজস্ব ফেসবুক একাউন্টের মাধ্যমে তুলে ধরেছে: | Bahkan “The Simpsons” sendiri mengapresiasi kesetiaan para fans Bolivia pada laman Facebook mereka: |
22 | Publicación de The Simpsons. | Publicación de The Simpsons. |