# | ben | ind |
---|
1 | ফ্রান্স, আমেরিকা, আফ্রিকা: ইয়া বোঁ পুরস্কার | Perancis, Amerika, Afrika: Penghargaan “Y'a Bon” |
2 | ছবি দ্যাট জেমসের সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে প্রকাশিত হয়েছে। | Ijin foto that_james, dilindungi Izin Creative Commons. Kunjungi that_james' flickr photostream. |
3 | বানানিয়া ফ্রান্সের একটি জনপ্রিয় হট চকেলেট মিক্স (চকোলেট দিয়ে তৈরী এক ধরনের খাবার)। | “Banania” adalah minuman cokelat panas campur dari Perancis, diluncurkan di Perancis tahun 1912. |
4 | ১৯১২ সালে ফ্রান্সে এটি বিক্রি শুরু হয়। আফ্রিকা অথবা ফরাসি ওয়েস্ট ইন্ডিজ-এ বাজারজাত করনের পরিকল্পনা হিসেবে (বানানিয়া তৈরী হতো চকলেট, কলা, দুধ এবং চিনি দিয়ে) এই নামটি পছন্দ করা হয় যাতে, পণ্যের নাম অনেক চমকপ্রদ শোনায়। | Dilihat dari strategi pemasaran, pilihan ini dibuat dengan menghubungkan produk ini (dibuat dari cokelat, pisang, susu, dan gula) dengan Afrika atau Perancis Hindia Barat, agar terdengar lebih eksotis. |
5 | ১৯১৫ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় আফ্রিকার ফরাসী উপনিবেশ থেকে সৈন্যরা তাদের মাতৃভুমিকে রক্ষার জন্য ফ্রান্সে আসে। | Tahun 1915, saat Perang Dunia Pertama, serdadu datang dari koloni Perancis di Afrika untuk mempertahankan Tanah Air mereka. |
6 | সেই থেকে ব্রান্ডের চরিত্র ‘তিরাইলোখ সেনেগালিজ' (সেনেগালের বন্দুকধারীর) সাথে তার একটা লম্বা সম্পর্ক স্থাপিত হয়। | Hal inilah yang menjadi permulaan dari hubungan panjang antara merk dan imej dari Tirailleur Sénégalais [fr] Serdadu Senegal. |
7 | সে সময় ফ্রান্সের প্রতিটি ঘরে একটি নির্ভরযোগ্য নাম ছিল সেনেগাল। | Pada waktu itu, Senegal cukup dikenal di Perancis untuk menjamin keotentisitasan “eksotik” produknya, yang sebenarnya diekspor dari Nikaragua. |
8 | তাই ফরাসী পণ্যের এই সেনেগালি চরিত্র আমদানীকরন। ফরাসী এই পণ্য আসলে আমদানী করা হতো নিকারাগুয়া থেকে। | Gambar serdadu yang terlihat gembira, tersenyum datang dari Afrika untuk berjuang demi Perancis dalam perang, dikaitkan dengan slogan kontroversial-masa kini: “Y'a bon”[fr]. |
9 | ‘সেনেগালের বন্দুকধারী' চরিত্রটি ছিল সুখী এবং সদাহাস্যজ্জল সৈনিক যে কিনা আফ্রিকা থেকে যুদ্ধে ফ্রান্সকে রক্ষা করতে এসেছে । সে সময় পণ্যের সাথে একটি স্লোগানও যুক্ত ছিল যার নাম ‘ইয়া বোঁ' (এটি ভালো)। | Ungkapan - yang diduga berasal dari kata bahasa Perancis patah yang digunakan oleh orang Afrika untuk mengatakan “Ini bagus” - telah, selama beberapa dekade, (sudah tentu sampai tahun 1970), dihubungkan dengan imej seorang serdadu Senegal sebagai simbol otentisitas produk tersebut. |
10 | এই শ্লোগান নিয়েই এখন যত বির্তক। | Ijin gambar just. |
11 | এই বাক্য ফরাসী ভাষার খানিকটি বিকৃত বা ভাঙ্গা রূপ। | Luc, digunakan di bawah Ijin Creative Commons. |
12 | ‘এই জিনিষ ভালো' এই শব্দ বোঝাতে অফ্রিকার লোকজন এই শব্দ ব্যবহার করতো। | Kunjungi just. Luc's flickr photostream. |
13 | প্রায় কয়েক দশক ধরে (১৯৭০ সাল পর্যন্ত ) এই পণ্য সেনেগালী এই সৈনিকের চরিত্রের সঙ্গে জুড়ে ছিল। | |
14 | পণ্যের নির্ভরতা বা তার বিশ্বস্ততাকে বোঝানোর জন্য এই চরিত্রটিকে ব্যবহার করা হত। | |
15 | ছবিটি জাষ্ট লুকের সৌজন্যে প্রাপ্ত এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহৃত। ২০০৫ সালে ফিরে আসা যাক; এলিয়ান মাবানকু একটি ব্লগপোস্ট করেছেন (ফরাসী ভাষায়) যার শিরোণাম ‘ইয়া বোঁ বানানিয়া উ ইয়া পা বোঁ বানানিয়া' (বানানিয়া ভালো নাকি বানানিয়া ভালো না')। | Di tahun 2005, seorang bloger Alain Mabanckou menulis pos blog dengan judul “Y'a Bon Bananina ou Y'a Pas Bon Banania” [fr] “Ada Banania Bagus atau Tidak Ada Banania Bagus” tentang grup aksi masyarakat Guadeloupe, Martinika dan Reunion dengan nama Collectif DOM yang menggugat Nutrimaine, perusahaan yang memproduksi Banania, untuk … |
16 | গুয়াদোলুপিয়ান, মার্টিনিক এবং রিইউনিয়ন দেশের একদল সক্রিয় কর্মী যারা সম্মিলিত ভাবে নিজেদের কালেকটিভ ডিওএম বলে পরিচয় দেয়, তারা নিউট্রিমানিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে। নিউট্রিমানিয়া হলো সেই কোম্পানী যারা বানানিয়া তৈরী করে - জন্য। | …d'utiliser des clichés insultants pour les personnes de couleur noire, en exploitant l'image du tirailleur sénégalais et son fameux slogan « Banania Y'a bon » créés au début du siècle dernier… |
17 | সেনেগালী সৈনিকদের চরিত্র ব্যবহার করা কালো মানুষদের জন্য একটি অপমানজনক বিষয়, তাদের সন্মানহানি ঘটানো এবং তার বিখ্যাত স্লোগানও ‘বানিয়ানা ইয়া বোঁ' যার মানে ‘বানিয়ানা ভালো' যা কিনা বিংশ শতাব্দির শুরুতে ব্যবহার করা হয়েছিল…. । | …menggunakan hinaan klise untuk orang dengan warna kulit hitam, dengan mengeksploitasi imej serdadu Senegal dan slogan terkenalnya <<Banania Y'a Bon>> yang diciptakan awal abad 20-an… |
18 | ২০০৮ সালে অরেকদল সক্রিয় সংগঠন লো এমআরএপি (বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন এবং পরস্পরের সাথে বন্ধুত্ব গ্রুপ, ফরাসী ভাষায়) নিউট্রিমানিয়ার বিরুদ্ধে আবার কিছু অভিযোগ-এর ভিত্তিতে মামলা দায়ের করে যে ‘কোম্পানীটি ২০০৬ সালে কালেকটিভ ডিওএম এর সাথে যে চুক্তি করেছিল সেটির যথাযথ সন্মান প্রদর্শন করছে না'। | Tahun 2008, grup aksi lainnya, le MRAP [fr] (Gerakan Anti Rasisme dan Persaudaraan antar Sesama) menuntut kembali Nutrimaine karena tidak menghormati perjanjian yang telah ditandatangani tahun 2006 bersama Collectif DOM, setelah tuntutan dilayangkan ke perusahaan. Menurut bloger Storytelling, MRAP tidak sesuai … |
19 | ব্লগার স্টোরি টেলিং এর মতে এমআরএপি যথেস্ট পরিমান প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে তার মামলা খারিজ করা হয়। | au prétexte que ce slogan ne trouble pas l'ordre public ni n'est contraire aux bonnes moeurs. |
20 | কারন এই স্লোগান কোন জনতার কাজে সমস্যা তৈরী করেছে না অথবা কোন ভালো উদ্দেশ্যকে ব্যহত করছে না। | dengan dalih slogan ini tidak menganggu ketertiban publik ataupun melanggar moral. |
21 | ছবি ইলিন এর সৌজন্য এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে। | Foto oleh ɐılnɾ, digunakan di bawah Ijin Creative Commons. |
22 | বর্তমানে বানানিয়া তার পণ্যর পরিচিতির জন্য এক কার্টুন চরিত্র ব্যবহার করেছে এবং তার সেই বির্তকিত স্লোগানও অদৃশ্য হয়ে গেছে। | |
23 | কিন্তু ফ্রান্সের বেশিরভাগ কালো মানুষ এখনও এই ব্রান্ডের কাজে সন্তুষ্ট নয়। | Kunjungi ɐılnɾ's flickr photostream. |
24 | ২০০৯ এর মার্চের ১৭ তারিখে একদল গ্রুপ যারা নিজেদের লে ইনডিভিজিবলস (অদৃশ্য মানব, ফরাসী ভাষায়) বলে সম্বোধন করে তারা ফ্রান্সে ‘ইয়া বোঁ' পুরস্কার প্রদান করা শুরু করেছে। | Sekarang, Banania menggunakan semacam karakter kartun sebagai maskot dan slogan kontroversial dihilangkan - namun sebagian besar masyarakat kulit hitam belum bisa menerima imej ini. |
25 | এটি একটি বির্তকিত পুরস্কার যা রাজনীতিবিদ, সাংবাদিক অথবা যে নাগরিক ফ্রান্সে বর্ণবৈষম্যবাদ ছাড়াবেন তাদের দেওয়া হবে। মঁন্ত্রে ক্রেয়ল তার ওয়েবে ফরাসী ভাষায় একটি লিঙ্ক যুক্ত করেছেন যেখানে ইয়া বোঁ পুরস্কারে যারা ভুষিত হতে যাচ্ছেন তাদের তালিকা প্রদান করা হয়েছে। | Pada 17 Maret 2009, sebuah grup Les Indivisibles [fr] meluncurkan “Penghargaan Y'a Bon”, suatu penghormatan sindiran, dianugerahkan pada para politikus, jurnalis, atau pejabat publik manapun yang telah berkontribusi dalam menyebarkan rasisme di Perancis. |
26 | আপনি শতাব্দি প্রাচীন এই বিজ্ঞাপনী প্রচারণার উপর যদি আরো প্রতিক্রিয়া পড়তে চান তাহলে জাস্ট লুক এথনিক স্টোরিওটাইপ ফ্লিকার পাতায় ঘুরে আসতে পারেন। | Montray Kreyol [fr] memposkan sambungan pada daftar semua penerima “Penghargaan Y'a Bon”, dan Anda bisa menyimak reaksi lebih lanjut mengenai kampanye iklan panjang-abad ini di laman flickr just. Luc's Ethnic Stereotype. |