# | ben | ind |
---|
1 | কামসুত্রের ছবি প্রকাশের দায় নিয়ে কাতারি সম্পাদকের পদত্যাগ | Kama Sutra Mengerut Kuku Editor Qatar |
2 | কামসুত্রের ছবি প্রকাশের দায় কাঁধে নিয়ে সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন জাবের আল হারমি। | |
3 | এই ছবিটি কাতারের আল শারক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কাতারি সম্পাদক জাবের আল হারমি আজ তার পদ থেকে পদত্যাগ করেছেন। | Editor suratkabar Qatar Jaber Al Harmi berhenti setelah foto tato henna Kamasutra ini muncul di surat kabarnya. |
4 | পদত্যাগের কারণ, ভুল করে তার পত্রিকা আল শারক-এর স্বাস্থ্য বিষয়ক সাময়িকীর পাতায় কামসুত্রের মেহদির ছবি প্রকাশিত হয়েছিল। | |
5 | প্রকাশিত ছবিতে দেখা যায়, একজন নারীর হাতের একটি ছবিতে ছোট ছোট অনেকগুলো মেহদি আঁকা। আর সেখানকার সেই অঙ্কনকর্মে নারী-পুরুষের যৌন মিলনের দৃশ্য রয়েছে। | Editor surat kabar Qatar Jaber Al Harmi mengundurkan diri dari jabatannya, Senin (1/6/2015), setelah foto tato henna yang menunjukan beragam gambar hubungan seksual muncul di halaman suplemen kesehatan di harian Al Sharq Arab. |
6 | উল্লেখ্য, প্রকাশিত ওই নিবন্ধে মেহেদির ব্যবহারের বিপদ সম্পর্কে সচেতন করা হয়েছিল। | Gambar itu mungkin telah diselundupkan, ketika muncul dalam sebuah artikel peringatan tentang bahaya henna. |
7 | আল হারমি ঘটনার পরেই পত্রিকায় চিঠি লিখে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তাছাড়া রক্ষণশীল মুসলিম দেশে এই ধরনের অশ্লীল ছবি প্রকাশের দায়দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। | Dalam sepucuk surat yang diterbitkan di surat kabar, Al Harmi meminta maaf atas “kekeliruan” yang terjadi dalam edisi 112-halaman tersebut, dia bertanggung jawab penuh atas terbitnya gambar “ofensif” di surat kabar harian di negara Islam konservatif itu. |
8 | দায়িত্ব কাঁধে নিয়ে পদত্যাগের মতো সাহসী সিদ্ধান্ত নেয়ায় কাতারের নেটিজেনরা তার প্রশংসা করেছেন। | Pendiriannya dinilai berani dan dipuji di media sosial oleh netizen Qatar, yang meluncurkan hashtag #الحرمي_استقالتك_مرفوضة, yang diterjemahkan menjadi “Al Harmi, pengunduran diri Anda ditolak.” |
9 | তারা “আল হারমি, আপনার পদত্যাগ গ্রহণ করা হবে না” শীর্ষক হ্যাশট্যাগ দিয়ে তার প্রতি সমর্থন জানিয়েছেন। | Surat kabar itu memang menolak pengunduran diri sang wartawan, yang telah berkarir selama 25 tahun. |
10 | আল হারমি ২৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় জড়িত রয়েছেন। | Pengguna Twitter ini memberitahu para pengikutnya: |
11 | তবে পত্রিকাটি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি কিনা তা জানা যায়নি। | Sebagai pengguna Twitter, saya menolak pengunduran diri Anda. |
12 | এই টুইটার ব্যবহারকারী তার অনুসরণকারীদের উদ্দেশ্যে বলেছেন: একজন টুইটার ব্যবহারকারী হিসেবে আমি আপনার পদত্যাগ প্রত্যাখান করলাম। | Saya mengagumi keberanian Anda dan untuk pengakuan Anda [dari kesalahan Anda] pada saat banyak yang menolak untuk menghadapi akibat dari tindakan mereka. |
13 | আমি আপনার সাহসের তারিফ করি। | Inilah sebabnya mengapa pengunduran diri Anda ditolak. |
14 | অন্যরা যেখানে স্রেফ অস্বীকার করে বসে, সেখানে আপনি ভুল স্বীকার করে নিয়েছেন। | Faisal bin Jassim Al Thani mengatakan kepada 267 pengikutnya di Twitter: |
15 | এজন্যই আমি আপনার পদত্যাগকে প্রত্যাখান করছি। টুইটারে ফয়সাল বিন জসিম আল থানি তার ২৬৭০০ অনুসরণকারীর উদ্দেশ্যে বলেছেন: | Pengunduran diri Tuan Jaber adalah bukti bahwa dia orang jujur, yang berani memikul tanggung jawab, dan mampu menilai situasi. |
16 | জনাব জাবেরের পদত্যাগ এটাই প্রমাণ করে তিনি একজন সৎ মানুষ। | Dia telah mengubah surat kabar ini |
17 | তাছাড়া তিনি অবস্থা বিবেচনা করে সব ধরনের দায়িত্ব নিজ কাঁধে নেয়ার সাহসও রাখেন। | |
18 | তিনি সংবাদপত্রের জগতকে বদলে দিয়েছেন। | Dan anak Al Harmi sendiri, Salem, mengaku: |
19 | আল হারমি ছেলে সালেম স্বীকার করেছেন: | Saya belum pernah bertemu orang yang mencintai pekerjaannya seperti ayah saya. |
20 | আমি আর কাউকেই দেখিনি আমার বাবার মতো কাজকে এমনভাবে ভালোবাসতে। | Dan ketika Anda bertanya mengapa, dia mengatakan: Setiap hari ada sesuatu yang baru dan tantangan baru. |
21 | আপনি তার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করবেন, কেন তিনি কাজকে এমন ভালোবাসেন, তিনি বলবেন: এখানে প্রতিদিনই নতুন কিছু শেখার আছে, আছে নতুন নতুন চ্যালেঞ্জও। | |
22 | তিনি ২৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় আছেন। | Dia telah menghabiskan 25 tahun dalam jurnalisme. |
23 | কাতারের অধিবাসী ডেভ ম্যাকক্লুয়ার প্যারাগ্লাইডারের পুরোনো একটি পোস্টে রক্ষণশীল মুসলিম দেশে যৌনতা নিয়ে কথা বলার বিপদ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন: | |
24 | সরকার পর্নোগ্রাফি দেখাকে ইসলামবিরোধী মনে করে। এজন্য তারা দেশে সেগুলো প্রদর্শনের অনুমতি দেয় না। | Dalam sebuah posting lama di Paraglider, Dave McClure, seorang warga Qatar, menjelaskan mengapa setiap isyarat seks merupakan masalah di negara konservatif: |
25 | পর্নোগ্রাফি সংশ্লিষ্ট কোনো কিছুর সাথে যুক্ত থাকলে জেল-জরিমানা হতে পারে। | Pemerintah memiliki pandangan bahwa pornografi adalah anti-Islam dan seharusnya tidak diperbolehkan di negara ini. |
26 | এমনকি নির্বাসন পর্যন্তও দেয়া হতে পারে। | Kepemilikan materi pornografi dapat mengakibatkan hukuman berat, termasuk penjara dan deportasi. |
27 | পর্নোগ্রাফির সাথে জড়িত থাকলে অবৈধ মাদক-সহ ধরার পড়ার যে শাস্তি সেরকম শাস্তি ভোগ করতে হয়। | Pornografi diperlakukan seperti narkoba ilegal dengan cara yang sama, dengan konsekuensi yang sama jika pelakunya tertangkap. |