# | ben | ind |
---|
1 | ছবিতে ইরানের নির্বাচন | Iran: Foto-Foto Pemilu |
2 | ইরানের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হল ১২ জুন। | Pemilu Presiden Iran akan diselenggarakan tanggal 12 Juni. |
3 | রাষ্ট্রপতি পদের জন্য ৪০০ স্ব-নিবন্ধিত পুরুষ ও নারী প্রার্থীর মধ্যে থেকে গার্জিয়ান কাউন্সিল কেবল চারজনকে বাছাই করে তাদের রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করার সরকারী অনুমতি প্রদান করে। | Hanya 4 dari 400 kandidat yang akhirnya diizinkan mencalonkan diri sebagai presiden oleh Dewan Wali Rakyat. |
4 | তীক্ষচোখের ব্লগার চিত্রগ্রাহকরা ইরানের রাস্তায় প্রিয় প্রার্থীদের স্বপক্ষে তার অনুসারীদের প্রচারণা চালানোর মুহুর্ত ও দৃশ্য তুলে রেখেছেন। অনুসারীরা তাদের প্রার্থীর পক্ষে প্রচারণা এবং রাজনৈতিক দাবী তুলে ধরে। | Berikut merupakan momen dan peristiwa yang terjadi di jalan-jalan Iran, saat rakyat menunjukan dukungan mereka pada para kandidat dan tuntutan politis, yang berhasil ditangkap oleh para bloger yang merangkap fotografer. |
5 | ফেমিনিস্ট স্কুল বা নারীবাদী মতাদর্শের অনুসারীদের, “নির্বাচনে নারীদের স্বাধীন ভাবে অংশগ্রহণ” সমন্ধে দাবীর সময় মারিয়াম মজিদ তাদের তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন। | Maryam Majd mempos beberapa foto dalam Feminist School mengenai “kebebasan perempuan menghadiri kancah pemilu.” |
6 | ফেমিনিস্ট স্কুলের ক্ষেত্রে আমরা পড়ি যে, “তাজরিশ ইমামজাদেহ সালেহ (ইরানের উত্তরে অবস্থিত এক পবিত্র মাজার) এবং স্মরণীয় তাজরিশ বাজার “যৌথ নারী আন্দোলনের” স্বেচ্ছাসেবকদের মুল কেন্দ্র। | Di Feminist School dapat kita baca bahwa “Tajrish sq. Emamzadeh Saleh (sebuah tempat ibadah suci di utara Tehran) dan Tajrish Bazaar yang mengesankan berubah menjadi tempat bagi relawati “Koalisi Gerakan Perempuan”. |
7 | তারা উৎসাহের সাথে শহরের নির্বাচনে নারীদের স্বতন্ত্র উপস্থিতির দাবী করছিল। | Mereka dengan antusias menuntut kebebasan perempuan untuk menghadiri tempat-tempat pemilu. |
8 | তাদের আওয়াজ ছিল: “আমরা নারী অধিকারের জন্য ভোট দেই”। | Motto mereka: “Kami memilih Hak Perempuan.” |
9 | ইরানের কতৃপক্ষের কাছে তাদের দাবী, কর্তৃপক্ষ যেন নারীদের বিরুদ্ধে যে সকল বৈষম্যমুলক আইন রয়েছে তা বাতিল করে। | Mereka berharap agar pemerintah Iran melenyapkan segala hukum yang diskriminatif terhadap perempuan. |
10 | সাবা ভাসেফি ফেমেনিস্ট স্কুলের এই আন্দোলনের দৃশ্য তুলে ধরেছেন। | Saba Vasefi juga menangkap momen foto ini dan memposkannya di Feminist School. |
11 | জোহরিপক্স ফোটো ব্লগে আমরা দেখছি কি ভাবে মাহমুদ আহমাদিনেজাদ এবং মীর হোসেন মুসাভির সমর্থকরা তাদের প্রিয় প্রার্থীর ছবি দোলাচ্ছে। | Pada Zoherpix Photo blog kita dapat lihat bagaimana suporter Mahmoud Ahmadinejad dan Mir Hussein Mousavi melambaikan foto kandidat pilihan mereka: |