# | ben | ind |
---|
1 | আস্থাযোগ্য সহনশীলতা এবং জাতিগত বৈচিত্রের প্রচারে মিয়ানমারে সেলফি প্রচারাভিযান | Kampanye Selfie Promosikan Toleransi Antarberagama dan Perbedaan Suku di Myanmar |
2 | #আমারবন্ধু প্রচারাভিযানের ফেসবুক পাতা থেকে নেওয়া ছবি। | Foto dari laman Facebook kampanye #myfriend. |
3 | | Kampanye selfie di Myanmar mempromosikan toleransi dan persahabatan ditengah maraknya kasus pesan kebencian, diskriminasi and kekerasan terhadap grup di negara tersebut. |
4 | মিয়ানমারে সৃষ্ট ক্রমবর্ধমান ঘৃণা, বৈষম্য এবং সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে সহিষ্ণুতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রচারের উদ্দেশে সে দেশে একটি সেলফি প্রচারণা শুরু হয়েছে। ফেসবুক প্রচারণাটি দেশটির সবচেয়ে বড় শহর ইয়াংগুন থেকে কিছু যুবকের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। | Kampanye yang dibuat di laman Facebook tersebut dibuat oleh anak-anak muda dari Yangon, kota terbesar di Myanmar, dan diluncurkan pada akhir April dengan meminta masyarakat untuk berpose selfie bersama dengan teman-teman mereka yang berasal dari suku atau agama yang berbeda. |
5 | প্রচারাভিযানটি গত এপ্রিলে উদ্বোধন করা হয়। | Kampanye tersebut menggunakan hastag #myfriend and #friendship_has_no boundaries. |
6 | যাদের ভিন্ন জাতিগোষ্ঠীর বা ধর্মের বন্ধু রয়েছে, তাদের সঙ্গে সেলফি তোলার জন্য আহ্বান জানিয়ে প্রচারাভিযানটি শুরু হয়েছে। | Semenjak tahun 2012, Konflik terjadiantara beberapa umat Buddha dan umat Muslim minoritas di pusat, daerah barat, dan daerah utara Myanmar,termasuk diMeikhtila di pusat Myanmar. |
7 | প্রচারণাটি #আমারবন্ধু এবং #বন্ধুত্বের_কোন_সীমানা_নাই হ্যাশট্যাগ ব্যবহার করছে। | Dimana kediaman umat Buddha dan Muslim dibakar dan ribuan orang dipindahkan. |
8 | ২০১২ সাল থেকে কেন্দ্রীয় মিয়ানমার, পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের কিছু বৌদ্ধ এবং সংখ্যালঘু মুসলমানদের মধ্যে অবিরাম সংঘর্ষ চলছে। | Kekerasan group yang paling serius terjadi pada Oktober 2012 di Rakhine, daerah Barat Myanmar, dimana Muslim ronghinya hidup di kamp pengungsi dekat kota Sittwe. |
9 | এসব স্থানের মধ্যে কেন্দ্রীয় মিয়ানমারের মেইখটিলা অঞ্চলও রয়েছে। | Pemerintah Myanmar menggangap Ronghinya sebagai imigran gelap |
10 | সেখানে বৌদ্ধ ও মুসলমান উভয় সম্প্রদায়ের ঘর পুড়িয়ে দেওয়া হয় এবং এর ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। | Pada saat yang sama, pernyataan kebencian dan gangguan menyebar luas di situs jaringan sosial Myanmar, menciptakan suasana ketidaktoleranan dan rasisme. |
11 | সবচেয়ে গুরুতর সাম্প্রদায়িক সহিংসতা সংঘটিত হয় ২০১২ সালের অক্টোবর মাসে পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে। সেখানকার রোহিঙ্গা মুসলমানরা সিত্তে শহরের কাছে শরণার্থী শিবিরে বসবাস করছে। | Di bawah ini adalah beberapa foto dari kampanye #MyFriend untuk membuktikan bahwa masyarakatdi Myanmar, khususnya generasi muda, bertekad untuk mengakhiri kebencian dengan menunjukan hormat dan persahabatan. |
12 | মিয়ানমার সরকার রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে। | Han Seth Lu, seorang umat Buddha, mengunggah sebuah foto bersama dengan teman Muslimnya. : |
13 | একই সময়ে মিয়ানমারের সামাজিক মিডিয়ায় অনলাইনে ঘৃণাত্মক কথন এবং হয়রানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। | Saya seorang penganut agama Buddha dan teman saya adalah seorang Muslim. |
14 | এর ফলে একটি অসহিষ্ণুতা এবং বর্ণবাদের পরিবেশ তৈরি হয়েছে। | Saya seorang laki-laki dan dia seorang perempuan. |
15 | মিয়ানমারে মানুষ, বিশেষ করে তরুণ সম্প্রদায়ের সবাই যে সম্মান এবং বন্ধুত্ব প্রদর্শনের মাধ্যমে ঘৃণার এই অসুস্থ পরিবেশের পরিসমাপ্তি ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ তাঁর প্রমাণ দিতে #আমারবন্ধু প্রচারণা থেকে কিছু ছবি নীচে দেওয়া হলঃ | |
16 | হান শেঠ লু নামের একজন মুসলিম তার বৌদ্ধ বন্ধুর সঙ্গে একটি ছবি আপলোড করেছেন: | Kami berbeda tetapi saling menerima satu sama lain. |
17 | আমি একজন বৌদ্ধ এবং আমার বন্ধু একজন মুসলমান। আমি ছেলে আর সে মেয়ে। | Hidup tidak selamanya, bersenang-senanglah. |
18 | আমরা ভিন্ন ধরণের কিন্তু আমরা একে অপরকে মেনে নিয়েছি। | Karena persahabatan tidak mempunyai batasan. |
19 | জীবন স্থায়ী নয়, এই মুহূর্তে নিজেকে উপভোগ কর। | #MyFriend #Friendship_has_no_boundaries - mencari kedamaian May Khin |
20 | কারণ বন্ধুত্বের কোন সীমানা নাই #আমারবন্ধু #বন্ধুত্বের_কোন_সীমানা_নাই - মে খিনের সঙ্গে শান্তির খোঁজে | Rody Din, seorang Kristen, membagikan fotonya bersama dengan temannya yang beragama Buddha yang berasal dari Thailand: |
21 | রডি দীন নামের একজন খ্রিস্টান থাইল্যান্ড থেকে তার বৌদ্ধ বন্ধুর সাথে একটি ছবি শেয়ার করেছেন: | “Saya seorang Kristen [Christian/Chin_Myanmar] dan teman saya adalah penganut agama Buddha [Buddhist/ Thai]” |
22 | “আমি [খৃষ্টান/ছিন_মিয়ানমার] এবং আমার বন্ধু [বৌদ্ধ/ থাই]” | Su Yadanar Myint, seorang Muslim, bangga akan pertemanannya dengan seorang Sikh: |
23 | সে একজন শিখ এবং আমি একজন মুসলমান। আমরা বন্ধু। | Dia seorang Sikh dan saya seorang Muslim. |
24 | যদিও আমাদের মধ্যে অনেক বৈচিত্র্য আছে, আমরা আমাদের নিজস্ব মতামত এবং বিশ্বাস শেয়ার করি, আমরা আমাদের বিভিন্ন পরিচয়কে গ্রহণ করি ও সম্মান জানাই। | Akan tetapi kami adalah teman. Meskipun kami mempunyai perbedaan, kami berbagi opini dan kepercayaan, kami menerima dan menghormati identitas kami yang berbeda. |
25 | #আমারবন্ধু #বন্ধুত্বের_কোন_সীমানা_নাই - মে খিনের সঙ্গে শান্তির খোঁজে | #Myfriend #Friendship_has_no_boundaries |