# | ben | ind |
---|
1 | সোমালিয়া: সরকার কি যুদ্ধের জন্য তরুণ কেনিয় নাগরিকদের নিয়োগ দিচ্ছে? | Somalia: Apakah Pemerintah Merekrut Pemuda Kenya Untuk Berperang? |
2 | ২০০৯ সালে এটাই ছিল সোমালিয়ার ব্লগারদের প্রথম বৈঠক। | Ini adalah rangkuman blog Somalia yang pertama kali di tahun 2009. |
3 | হ্যাঁ, প্রায় এক বছর আমি ব্লগ থেকে ছুটি নিয়েছিলাম, কিন্তু আমি আবার ফিরে এসেছি, চিরদিনের জন্য। | Ya, sudah setahun lebih saya mengambil cuti panjang dari aktivitas penulisan blog, namun sekarang saya kembali untuk selamanya. |
4 | ফিরে আসার পর, এটাই আমার প্রথম পোষ্ট এবং সামনের দিনগুলোতে আমি সোমালী ব্লগ নিয়ে আরো লেখা পোস্ট করার ইচ্ছে রাখি। | Ini merupakan pos pertama dan akan ada pos-pos lainnya tentang blogosfer Somalia. |
5 | ব্লগার রয়াল সোমালিয়া দেশটির রাজাধানী মোগাদিসুতে বাস করা এক তরুণীর কথা জানাচ্ছেন যে গতবছর ডাক্তারী পাশ করেছে। তিনি লিখেছেন: | Narablog Royale Somalia menerangkan profil seorang dokter wanita muda Somalia di Mogadishu yang lulus tahun lalu, ia menulis: |
6 | ২০০৮ সালের ডিসেম্বর মাসে আফ্রিকার শিং হিসেবে পরিচিত সোমালিয়া নামক দেশটিতে ছাত্ররা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে মোগাদিসু চিকিৎসা মহাবিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছে- প্রায় দুই দশকের ব্যর্থতার পর তারাই প্রথম ছাত্র, যারা এই কৃতিত্ব অর্জন করল। | |
7 | ডাক্তার হাফসা আবদুররহমান মোহাম্মদের বয়স ২৬ বছর। এই ভদ্রমহিলা সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে একজন যিনি রাজধানীর বেনাডির বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন। | Pada Desember 2008, 20 murid Somali mengatasi segala rintangan dan lulus dari sekolah medis di Mogadishu-kelompok pertama yang berhasil dalam kurun waktu hampir dua dekade di negara Tanduk Afrika yang gagal ini. |
8 | পড়া শেষ করার পর তিনি মেদসা সঁ ফ্রন্টিয়ারস (সীমান্তবিহীন ডাক্তারের দল) নামক প্রতিষ্ঠানে কাজ করার সিদ্ধান্ত নেন। | Dr. Hafsa Abdurrahman Mohamed, 26, adalah salah seorang yang menerima diploma dari Universitas Benadir yang terletak di ibu kota. |
9 | তিনি বিনে পয়সায় সোমালি নাগরিকদের চিকিৎসা করতে চান। সোমালি রাষ্ট্রপতি শরিফ আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন। | Dalam tahap penyelesaian studinya, ia memutuskan bekerja untuk Ikatan Dokter Tanpa Perbatasan/Médecins Sans Frontières (MSF), mempraktikkan keahliannya demi memberikan perawatan medis gratis di Somalia. |
10 | তার সাথে চুক্তি করার সময় যুক্তরাষ্ট্র সরকারের নীতি পরিবর্তনের উপর ইস্ট আফ্রিকা ফিলোসফার মন্তব্য করেছে: | The East African Philosopher mengomentari kunjungan Presiden Somalia Sharif Ahmed ke AS dan perubahan kebijakan pemerintah AS dalam menangani Sharif: |
11 | ২০০৬ সালের ডিসেম্বরে শেখ শরিফ শেখ আহমেদ ইথিওপিয়ার সামরিক বাহিনী, সিআইএ এবং যুক্তরাষ্টের কিছু সৈনিকদের সহায়তা দেশটির ক্ষমতায় বসে, বর্তমানে যিনি সোমালিয়ার ক্রান্তি কালীন কেন্দ্রীয় সরকারের নামমাত্র রাষ্ট্রপতি। | Pada Desember 2006 Sheikh Sharif Sheikh Ahmed, yang sekarang menjabat sebagai Presiden boneka Pemerintahan Federal Transisi Somalia, menjadi buron tentara Ethiopia, CIA, dan Prajurit Komando AS. |
12 | ইস্ট আফ্রিকান ফিলোসফার বলেই চলেছে: | East African Philisophers melanjutkan: |
13 | এই সপ্তাহে শেখ শরিফ মিনিয়াপোলিসে গিয়েছিলেন (এবং সেই ক্ষ্যাপাটে সংসদ সদস্যের বাসায়) সেখানকার সংসদ সদস্য, প্রশাসক বা গভর্নর এবং শহরের কাউন্সিলর/ মেয়রের সাথে দেখা করতে। | Minggu ini Sheikh Sharif berada di Minneapolis, MN (dan merupakan rumah seorang anggota kongres wanita yang sinting) untuk menghadiri rapat dengan para anggota Kongres, Pemerintah, dan perwakilan masing-masing kota/walikota. |
14 | কয়েক সপ্তাহ আগে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের সাথে নাইরোবীতে সাক্ষাৎ করেন। | Beberapa bulan lalu ia rapat dengan Sekretaris Clinton di Nairobi dalam perjalanan Clinton ke Afrika. |
15 | সে সময় হিলারী আফ্রিকা সফর করছিলেন। দুই বছরের মাথায় শেখ শরিফ একজন সন্ত্রাসবাদী থেকে রাষ্ট্রপতিতে পরিণত হন। | Status Sheikh Sharif sebagai teroris dan kemudian berubah menjadi presiden hanya dalam dua tahun. |
16 | এই ভাবে বলা যায়, বন্ধুত্ব সবার আগে। | Hal seperti ini, kawan-kawan, pastilah yang pertama kali terjadi. |
17 | আমার কাছে এটি যুক্তরাষ্ট্রের এক বিচিত্র পররাষ্ট্রনীতি ছাড়া আর কিছুই না। | Bagi saya ini menjelaskan lebih dari apapun hal-hal tentang kebijakan asing AS yang buruk. |
18 | কেনিয়া সোমালি ব্লগ বলছে, সোমালি সরকার কেনিয়ায় বাস করা সোমালি তরুণদের যুদ্ধের জন্য দিচ্ছে: | The Kenya Somali Blog berkata pemerintahan Somalia sedang merekrut pemuda Somalia dari Kenya: |
19 | জাতিসংঘ সমর্থিত সোমালি সরকার বিদ্রোহীদের সাথে লড়াই করার জন্য কেনিয়ায় বাস করা প্রায় ১৭০ জন সোমালি তরুণ ও প্রাক্তন সরকারি কর্মচারীকে নিয়োগ দিয়েছে। | Pemerintah Somalia yang didukung oleh PBB telah merekrut lebih dari 170 pemuda Kenya dan mantan tentara untuk membantu melawan para pemberontak di negara Tanduk Afrika yang gagal ini, menurut para pembaca lokal di daerah timur Kenya. |
20 | আফ্রিকার শিং নামে পরিচিত সোমালিয়া একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, পূর্ব কেনিয়ার একজন আঞ্চলিক নেতা এই বিষয়টি জানিয়েছে। | Mohamed Gabow, walikota Garissa, memberitahu Reuters pendaftaran etnis Kenya Somalia sedang dilaksanakan di sebuah rumah di desa, di pinggiran kota. |
21 | মোহাম্মেদ গাবো গারিসার মেয়র। | Perekrutan ini tidaklah rahasia. |
22 | তিনি রয়টার্সকে বলেন যে বুলা ইফটিন নামের গ্রামের এক ঘরে জাতিগত সোমালি কেনিয় তরুণদের নিয়োগ দেওয়ার কাজটি সম্পন্ন হয়েছে, তিনি যে শহরের মেয়র তার এক প্রান্তে এই এলাকার অবস্থান। | |
23 | বৃহস্পতিবারে এক সাক্ষাৎকারে গাবো বলেন, খুব গোপনে এই নিয়োগ প্রদান করা হয় নি। | Mereka yang terlibat tidak takut. |
24 | এই অংশগ্রহণ ভীতিকর কিছু নয়। তারা গ্রামের সকল স্থানে গিয়ে এই অনুশীলনের কথা ঘোষণা করেছে। | Mereka berkeliling ke seluruh desa untuk mengumumkan waktu pelatihan,” kata Gabow dalam suatu wawancara pada Kamis malam. |