Sentence alignment for gv-ben-20090503-2596.xml (html) - gv-ind-20090319-567.xml (html)

#benind
1চীন অসুখীCina: “Cina Tidak Bahagia”
2‘চীন না বলতে পারে না' (中國可以說不)) বইটি ১৯৯৬ সালে চীনের সবচেয়ে বেশী বিক্রি হওয়া বইয়ের তালিকায় উঠে এসেছিল।
3সে বইয়ের অন্যতম একজন লেখক ছিলেন সং কিয়াং।
4সম্প্রতি তিনি অন্য কয়েকজন বিখ্যাত লেখকের সাথে একটি বই প্রকাশ করেছেন যার নাম, চীন অসুখী (中國不高興)। তার প্রথম বইটি তখন প্রকাশিত হয় যখন যুগোশ্লাভিয়ার চায়নিজ দুতাবাসে ন্যাটো বোমা বর্ষণ করে।Salah satu penulis buku laku terjual tahun 1996 Cina Tidak Bisa Bilang Tidak (中國可以說不) No Song Qiang, baru-baru ini menerbitkan buku baru Cina Tidak Bahagia (中國不高興), yang ditulis bersama para penulis kenamaan lainnya.
5সেই সময় তার বই চীনা জনগণকে শক্তি প্রদান করেছিল এবং পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারাবাহিক জাতীয়তাবাদী প্রতিবাদে সাহস জুগিয়েছিল।
6তার বর্তমান বইটি চীনের ৬০তম প্রজাতন্ত্র দিবসে প্রকাশিত হয়েছে । বইটির সহযোগী লেখকদের মধ্যে রয়েছে বিখ্যাত সব প্রচারমাধ্যম ব্যাক্তিত্ব, সংস্কৃতিক কর্মী এবং পন্ডিত ব্যাক্তিরা।Buku pertama keluar setelah kejadian ledakan bom di Konsulat Jendral Cina di Yugoslavia oleh NATO yang membuat marah penduduk Cina dan memicu aksi-aksi protes nasionalis menentang negara-negara barat.
7সং কিয়াং (宋強): চীন না বলতে পারে না বইয়ের অন্যতম লেখক, যিনি সাংবাদিক, সম্পাদক এবং টিভির স্ক্রীপ্ট লেখকের অভিজ্ঞতা অর্জন করেছেন ।
8সং জিয়াও জুন (宋小軍): সিসিটিভি ও ফিনিক্স টিভির ধারাভাষ্যকার, যিনি একজন সুপরিচিত জাতীয়তাবাদী নেতা, যার সামরিক ট্রেনিং রয়েছে ।
9ওয়াং জিয়াওদাঙ (王小東): বেইজিং বিশ্বিবদ্যালয়ে গণিতের উপর পড়াশুনা বন্ধ করলে তাকে বিজনেস ম্যানেজমেন্ট পড়ার জন্য জাপানে পাঠানো হয়।
10ওয়াং রি‌‌ভার্স রেসিজম' বা বীপরিত বর্ণবাদ মতবাদের জন্য সুপিরিচিত।Kali ini buku diterbitkan pada saat perayaan ke-60 berdirinya Republik Rakyat Cina.
11রিভার্স রেসিজম-এর মানে চীনের নিজের সামনে নিজের আচরনের আত্মসমালোচনা করা।
12হুয়াং জিশু (黃紀蘇): একজন সমাজবিজ্ঞানী এবং সম্পাদক ।Tim penulis terdiri dari pekerja media terkenal, budayawan dan sarjana:
13তিনি জার্নাল অফ ইন্টারন্যাশনাল সোশাল সায়েন্স এর চীনা সংস্করণের সম্পাদক । লিয়ু ইয়াং (劉仰): একজন অভিজ্ঞ প্রচারণা মাধ্যম কর্মী।Song Qiang (宋強), salah satu penulis ‘Cina Tak Bisa Bilang Tidak', dengan pengalaman sebagai jurnalis, editor dan penulis naskah untuk stasiun TV.
14তিনি সংস্কৃতি, ইতিহাস এবং অর্থনীতির উপর কাজ করেন । এই বইটি তিনখন্ডে বিভক্ত।Song Xiao Jun (宋小軍) adalah seorang komentator di CCTV dan TV Phoenix, pemimpin nasionalis kenamaan dengan pelatihan militer.
15কেন চীন অসুখী? চীনের পক্ষে কথা বলা, এবং চল ছোট্ট বুদ্ধের কাছে যাই এবং বড় পরিকল্পনা তৈরী করি (ছোট্ট বুদ্ধ মানে হচ্ছে হৃদয়ে- দয়া তৈরী করা)।Wong Xiaodong (王小東), dikirim ke Jepang untuk mempelajari Manajemen Bisnis setelah ia memutuskan untuk berhenti mempelajari Matematika di Universitas Beijing.
16ডুয়োবান এই বইয়ের বিষয়ের উপর একটা সারসংক্ষেপ প্রকাশ করেছে।: কেন চীন অসুখী?Ia terkenal akan kritiknya “balikkan rasisme”(逆向種族主義)), maksudnya kritik diri orang Cina terhadap kelakuan mereka sendiri.
17কারণ, তার পেছনে লাসার ৩. ১৪ ঘটনার ভুত তাড়া করছে।Huang Jisu (黃紀蘇) adalah seorang sosiolog dan editor Surat Kabar Pengetahuan Sosial Internasional versi bahasa Mandarin.
18চীনের প্রতি পশ্চিমা বিশ্বের মনোভাব আরো কঠিন এবং অবশ্যম্ভাবী হয়ে উঠছে।Liu Yang (劉仰)adalah pekerja media berpengalaman dengan pembahasan masalah yang berhubungan dengan kebudayaan, sejarah dan perekonomian.
19সানলু পাউডার দুধ কেলংকারির ঘটনার ফলে চাইনিজদের মাঝে এক ধরনের মানস্তাত্বিক যন্ত্রণা তৈরী হয়েছে। এটি দেশটির মূল মূল্যবোধে আঘাত হেনেছে।Buku ini terbagi dalam tiga bagian : “Mengapa Cina tidak bahagia?”, “Pembelaan Cina” dan “Keluarkan tenaga Budha kecil untuk membuat rencana jangka panjang” (Budha kecil berarti keikhlasan hati).
20ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাসা সারকোজির মতো ব্যক্তিও চীনের প্রতি আক্রমণাত্বক, কারন চীন সুযোগ নিতে চায় এবং তথাকথিত জ্ঞানী সুধীসমাজ অথবা অসাধারণ চাইনিজ জনগোষ্ঠী আমাদের জাতীয় বোধের জন্য ক্ষতিকর।
21চীনকে বেশ কিছু কেনর উত্তর পরিস্কার করতে হবে।Situs Douban memiliki ringkasan isi buku tersebut:
22কেন চীনের জনগণের মহান অনুভুতি একটা ‘‌ভুয়া অনুভুতি' এবং পশ্চিমা রাষ্ট্র কৌশলে আমাদের নীচে টেনে নিয়ে যাচ্ছে।
23এটি চীনের গোপন অসুখ।Mengapa Cina tidak bahagia?
24কেন আমরা চীনের জন্য এমন এক উপায় বিবেচনা করবো যার মাধ্যমে পশ্চিমা বিশ্বের সাথে এক বিশেষ শর্তে সর্ম্পক ভেঙ্গে ফেলা হবে।
25কেন ‘ফিফথ কলাম' সংস্কৃতির (‘ফিফথ কলাম', বিশেষ দল যারা শত্রুদের সাহায্য করে, বিশ্বাসঘাতক) সংখ্যা দ্রুত বাড়ছে।
26কেন ওয়াং জিয়াও বো এর মিথ বা রুপকথার গল্প আমাদের বিব্রত করে, পরাজিত করে।
27এই মিথ সবচেয়ে কুৎসিত সংস্কৃতিক মিথ্যাচার।
28কেন চীন তার কথাগুলো তুলে ধরবে।Cina harus mengklarifikasi beberapa pertanyaan “Mengapa”
29কেন চীন তার স্বপক্ষে যুক্তি তুলে ধরবে?Apa yang harus dibela Cina?
30চীন এমন একটি দেশে পরিণত হবে যার থাকবে বেশকিছু বীরত্বপূর্ণ অভিযান।
31আমাদের তরবারীকে আমাদের ব্যবসা রক্ষার জন্য নিয়োজিত করতে হবে এর কারনেই দেশটি এক শক্তিশালি দেশে পরিণত হবে।
32ন্যাশনাল লিবারেশন আর্মি অবশ্যই দেশটির মূল মূল্যবোধকে ধারন করবে।
33আর্থিক নিয়মনীতি তৈরী করা যোদ্ধাদের মিষ্টি বাক্যে আমরা শুনবো না।
34শিল্প উন্নয়নে অবশ্যই আধুনিকীকরন ব্যবস্থা থাকতে হবে। রাশিয়ান রুলে বা জুয়াখেলার মতো এক পশ্চিমা পরিকল্পনা রয়েছে।Di Douban (suatu fasilitas terhubung liberal), dua pendapat paling populer mengomentari dengan tajam tentang buku tersebut:
35ফ্রান্সের সাথে যে কঠিন কুটনৈতিক সম্পর্ক রয়েছে তাকে অবশ্যই নমনীয় করতে হবে।
36আর্ন্তজাতিক নিরাপত্তার ক্ষেত্রে, নিজেদের রক্ষার ক্ষেত্রে চীনকে অবশ্যই সাহসী হতে হবে এবং একটি শক্তিশালী দেশ হিসেবে এগিয়ে যাবার রাস্তা বেছে নেবার ক্ষেত্রে আমাদের পরিস্কার ধারনা থাকতে হবে।
37আমাদের সামাজিক জীবনে উচ্চ শ্রেণীর সংস্কৃতির প্রভাব এড়িয়ে যেতে হবে ।
38এর কারনেই আমরা আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য অর্জন করতে পারবো না ।
39ডুয়োবান (একটি উদারনৈতিক অনলাইন প্লাটফর্ম)-এ দুজন জনপ্রিয় মতামতপ্রদানকারী এই বই সমন্ধে বেশ কঠিন কিছু মন্তব্য করেছে।
40এবিং বলেনabing berkata :
41এই বইয়ের উপাদান খুব সাধারন।
42এই বইটিতে চীনের পুরোন এক (ডেমাগগিক ডিসকোর্স) বিশেষ ধারণা ব্যবহার করা হয়েছে।
43এটি হলো চীন না বলতে পারে না।Isi buku ini sangat sederhana.
44এর মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের বেশ কিছু তুলনামুলক সামাজিক সমস্যা আবার আবিস্কার করা হয়েছে।
45এবং দক্ষিণের ছুটিকাটানোর প্রবেশপথগুলোর ক্ষেত্রে শুরুর কিছু দুর্বলতা বের করা দারকার, জিয়ান ঝং শু , ওয়াং জিয়াও বো। এটি আমাদের বলছে, চীন যথেষ্ট ভালো।Mengikuti wacana penghasutan kuno tentang Cina bisa bilang Tidak, rekonfigurasi beberapa permasalahan sosial kotemporer, dan menemukan celah untuk menyerang Southern Weekend, Jian Zhong Shu, Wang Xiao Bo.
46নিজেদের সমালোচনা করবেন না। নিজেদের আভ্যন্তরীণ সমস্যায় আটকে যাবেন না।Buku ini memberitahu kita, Cina cukup hebat, jangan mengkritik diri, jangan terlibat dalam permasalahan internal, Barat hanya menggertak.
47পশ্চিমা শক্তি আসলে কেবল কগুজে বাঘ।Apa lagi yang baru?
48এছাড়া কি?Tidak ada.
49এর বাইরে সে কিছুই না। লি আও এক সময় কেএমটি সমন্ধে বলেছিল মুল ভুখন্ড যৌনভাবনায় বুদ যখন, তখন তাইওয়ান হস্তমৈথুনে রত।Li Ao pernah berkata KMT bagai “berfantasi seksual tentang Daratan sambil bermasturbasi tentang Taiwan”.
50এখন মুল ভূখন্ডের সে গৌরবমন্ডিত ঐতিহ্য অতিক্রান্ত হয়েছে এবং তা পরিবর্তিত হয়ে যৌনতায় পৃথিবীকে আচ্ছন্ন করছে তখন যখন চীন হস্তমৈথুন করছে।
51সে সমস্ত প্রতিনিধিরা উন্মাদ, যারা বইটিকে টয়লেট শৌচাকার্যে ব্যবহৃত কাগজ-এর সাথে তুলনা করছে।Sekarang tradisi hebat ini dilanjutkan di Daratan dan bertransformasi menjadi “berfantasi secara seksual tentang dunia dan bermasturbasi tentang Cina”.
52এটি একটি বিষ্ঠা, কাগজ হিসেবে আমি এত দামি টয়েলেট পেপার আমি দেখিনি।Dewan Perwakilan gila membandingkan sebuah buku dengan kertas toilet:
53১) বইটির পৃষ্ঠাসংখ্যা খুবই কম আর দাম অনেক বেশী।Brengsek, saya tidak pernah melihat kertas toilet yang begitu mahal
54এটি আসলে যতগুলো টয়লেট পেপার আছে তাদের মধ্যে সবচেয়ে দামী।Bagaimanapun, beberapa bloger memuji buku ini.
55কিন্তু তার ফলাফল খুব সন্তোষজনক নয়। ২) এর পাতাগুলো খুব শক্ত এবং গাধাদের এই বইয়ের পাতা চিবুতে অনেক বেশী সময় লাগবে।Bian Zhou Yi-Ye, juga dari Douban setuju dengan argumen buku ini mengenai “balikkan rasisme” dan berkata:
56তারচেয়ে বড় কথা এই বই থেকে রঙ বের হয়ে আসে-- ৩) এর পাতা পানি এবং ছিদ্র দুর করতে সমর্থ নয় ৪) এর শব্দগুলো যৌন কল্পনায় ভরপুর যা আসলে একজনের উত্তেজনা তৈরী করতে পারে ।
57এটি আসলে লিঙ্গের জন্য স্বাস্থ্যসম্মত নয় যে সে টয়লেটের গামলা স্পর্শ করবে।
58৫) এ ধরনের টয়লেট পেপারকে মোড়ানো অনেক ব্যয়বহুল ব্যাপার এবং তা পরিবেশবান্ধব নয়।
59৬) যে সমস্ত ব্যবসায়ী সচেতন নয় তারা জনগণকে এই অকাজের টয়লেট পেপার বিক্রি করে প্রতারনা পুর্ন অপরাধ করছে।
60৭) এটি রোল বা মোডানো অবস্থায় নেই। এটি কোন টয়েলট পেপার বক্স এর সাথে খাপ খায়না।Masalah paling besar adalah Cina menghadapi para elit yang menngikis semangat mulia bangsa kita.
61৮) চীনের লোকেরা এই বইটির কারনে অসুখী তবে যাইহোক কিছু ব্লগ বইটির প্রশংসা করেছে।Suatu bangsa dengan kebudayaan jiwa tunduk tidak bisa menjadi kuat dan tidak bisa menjadi pemimpin dunia.
62বিয়ান-জহু ই-ইয়ে, যিনিও ডুয়োবন এ লেখেন, তিনি বইটির রিভার্স রেসিজম বা বীপরিত বর্ণবাদে যুক্তিতে একমত হয়েছেন এবং বলেছেন:
63বর্তমানে চীনের সবচেয়ে বড় সমস্যা এলিট বা সুধী সমাজ। তারা আমাদের জাতীয় শক্তিকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলছে।Cina tidak bahagia datang pada waktu yang tepat untuk membuang kelakuan mengkritik diri terhadap nasionalitas kita.
64হাটু গেড়ে বসার সাংস্কৃতিক মানসিকতা কখনওই শক্তিশালি হতে পারে না ও তা পৃথিবীর নেতা হতে পারে না।
65চীন অসুখীটি বই একেবারে সঠিক সময়ে এসে উপস্থিত হয়েছে।Ini merupakan proyek yang sangat penting.
66এই বইটি চীনের আত্মসমালোচনা মুলক মনোভাবের বিষয়টি জাতীর মাঝ থেকে ঝেটিয়ে বিদায় করবে।Chiao Sa merekomendasikan buku ini pada orang lain karena telah membangkitkan kembali pendapat nasional:
67এটি খুব গুরুত্বপুর্ণ প্রজেক্ট।Cina tidak bahagia membuat saya menderita insomnia.
68চিয়াও সা এই বইটি অন্যদের পড়ার জন্য সুপারিশ করছেন কারন এটি জাতীয় আবেগকে আবার বাড়িয়ে তুলছে ।:Kata-kata dari mulai “orang biasa” membangkitkan percikan dan merangsang mata dan syaraf saya.
69‘চীন অসুখী' আমাকে রাতজাগা রোগে ভুগিয়েছে। অর্ডিনারি ম্যান এর শব্দ সাধারণত জ্বলজ্বল করছে এবং তা আমার চোখ ও স্নায়ু উদ্দিপ্ত করছে।Ini juga membangunkan perasaan yang telah lama hilang “walaupun status saya rendah, tidak sekalipun saya lupa mencemaskan penderitaan negri”.
70এটি আমাদের লম্বা সময় ধরে হারিয়ে যাওয়া আমার সন্মানের মতই নীচু অনুভুতিকে আবার তৈরী করছে, এ অনুভুতি আমার কষ্টে থাকা দেশকে ভুলে না যাওয়া।