Sentence alignment for gv-ben-20100201-9125.xml (html) - gv-ind-20100201-2896.xml (html)

#benind
1গ্লোবাল ভয়েসেস অনলাইন গেম চেঞ্জার পুরস্কারের জন্য মনোনীতGlobal Voices Online dinominasikan untuk Penghargaan Game Changer
2২০১০ সালের উই মিডিয়া গেম চেঞ্জার পুরস্কারের জন্য গ্লোবাল ভয়েসেস অনলাইন মনোনীত হয়েছে।Global Voices Online baru-baru ini dinominasikan sebagai Finalis Pilihan Masyarakat untuk Penghargaan Game Changer We Media 2010 [en].
3কমিউনিটি চয়েজ ফাইনালিস্টের তালিকায় সাইটটি মনোনীত হয়েছে।GVO menyertai para individu, proyek, dan organisasi lainnya [en] yang dinominasikan oleh masyarakat global We Media.
4গ্লোবাল ভয়েসেস অনলাইন (জিভিও) বেশ কিছু ব্যক্তি, প্রকল্প এবং প্রতিষ্ঠানের সাথে এই মনোনয়ন লাভ করেছে, যাদের মনোনীত করেছে উই মিডিয়া গ্লোবাল কমিউনিটি।
5উই মিডিয়ার সূত্রানুসারে:Menurut We Media:
6গেম চেঞ্জার সমাজকে জ্ঞানের দিকে নিয়ে যায়।Game Changers (pengubah aturan main) memimpin masyarakat menuju pengetahuan.
7তারা উৎসাহজনক অংশগ্রহণ ও প্রচার মাধ্যমের বিভিন্ন কাজের মধ্য দিয়ে এই কাজটি করে, এবং আমরা উই মিডিয়া মায়ামি তাদের অর্জনকে এক অনুষ্ঠানের মধ্যে উদযাপন করব, বার্ষিক এক উদ্ভাবন চিন্তাপূর্ণ সম্মেলন, যেখানে তাদের গল্প এই অনুষ্ঠানের অন্যতম উপাদান হবে।
8তারা উদাহরণ সৃষ্টি করেছে। তারা সকল পর্যায়ের নেতা এবং ভবিষ্যৎ দ্রষ্টাদের ভেতরে জ্ঞান তৈরি করে এবং প্রেরণা জোগায়।Mereka mengilhami keterlibatan dan aksi melalui media, dan kita merayakan prestasi mereka di We Media Miami, konferensi inovasi tahunan di mana kisah-kisah merekalah yang menjadi isi program.
9কিভাবে পথ খুঁজে নিতে হয় তা দেখানো ও সমাজকে সংযুক্ত করার মধ্যে দিয়ে তারা এসব প্রদর্শন করে।Mereka memberikan contoh, wawasan dan inspirasi untuk para pemimpin dan visioner dari berbagai bidang dengan menunjukkan cara mengarungi dan memimpin masyarakat terhubung.
10ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা ভোটের পরিসমাপ্তিতে সবচেয়ে বেশি ভোট পাবে, তারা বার্ষিক উই মিডিয়া সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবে। এই অনুষ্ঠানটি ৯-১১ মার্চ, ২০১০ এ, মিয়ামি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।Orang individu atau organisasi yang menerima suara terbanyak ketika pemilihan ditutup akan memberikan pidato kunci pada konferensi We Media [en] tahunan yang akan diselenggarakan di Universitas Miami antara 9-11 Maret 2010.
11মনোনয়ন প্রাপ্ত সকলকেই সেই অনুষ্ঠানে সম্মান প্রদর্শন করা হবে।Semua yang dinominasikan juga akan diberikan penghargaan pada acara yang sama.
12গ্লোবাল ভয়েস অনলাইনকে ২০১০ উই মিডিয়া গেম চেঞ্জার পুরস্কার অর্জনে দয়া করে এখানে আপনার ভোটটি প্রদান করুন।Untuk mendukung Global Voices Online sebagai Game Changer We Media 2010, tolong berikan suara anda di sini.
13ভোট প্রদানের শেষ সময় ৩ ফেব্রুয়ারি, ২০১০-এ, রাত ১১.Pemilihan berakhir jam 23:59 EST (GMT -5), tanggal 3 Februari 2010.
14৫৯ মিনিট পর্যন্ত (ইস্টার্ন স্টার্ন্ডাড বা যুক্তরাষ্ট্রের সময়ানুসারে)।