# | ben | ind |
---|
1 | কিউবা: নোভা ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের প্রকাশ | Kuba: Sistem Operasi Sumber Terbuka Nova Diluncurkan |
2 | কিউবার সরকার হাভানার তথ্য ও প্রযুক্তিগত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের একটা প্রকল্প মারফত তৈরি করা তাদের নিজেদের সংস্করণের ওপেন সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম অবমুক্ত করেছে। | |
3 | তারা আশা করে নোভা বায়রে নামক এই নতুন সিস্টেমের দ্বারা আগামী পাঁচ বছরের মধ্যে ৫০% সরকারী কম্পিউটার মাইক্রোসফট উইন্ডোজ থেকে সরানো যাবে। | |
4 | এর উন্মোচন করা হয় ইনফর্মাটিকা ২০০৯ আন্তর্জাতিক কনভেনশন আর মেলায়। | “Tux Guevara” ilustrasi karya Brunocb dalam perlindungan lisensi Creative Commons |
5 | “টাক্স গুয়েভারা” গ্রাফিক্স ব্রুনোসিবির তৈরি এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত নোভা বায়রে সফ্টওয়ারের উন্নয়ন করা হয়েছিল কারন কিউবার দ্বীপে আইনগতভাবে সফ্টওয়ার পাওয়া কঠিন এই কারনে কিছুটা কিন্তু অন্য কারনেও, যেমন ল্যাটিন আমেরিকান প্রযুক্তি সাইট ফেয়ারওয়ার এর জিরোজেন লিখেছেন, ”কিউবা মাইক্রোসফট সফটওয়ার থেকে বিপদ দেখছে কারন আমেরিকার নিরাপত্তা সংস্থাগুলো এদের অ্যাক্সেস কোড পাবে।” | Salah satu pemicu pengembangan Nova Baire adalah kesulitan untuk mendapatkan software secara legal di Kuba, selain itu seperti yang dikatakan bloger ZeroZen dari situs teknologi Amerika Latin FayerWayer [es], “Kuba melihat adanya potensi ancaman dari software MS (Microsoft) karena agen keamanan AS dapat memperoleh kode akses mereka.” |
6 | এই সিস্টেমের উন্নয়ন সরকারের নীতির সাথে সম্পৃক্ত করে করা হয়েছে বলা হচ্ছে। | Pengembangan sistem ini juga dikatakan sejalan dengan ideologi pemerintah. |
7 | পেনালতিমোস ডিয়াস ইউসিআই এর ওপেন সোর্স সফটওয়ার ডিপার্টমেন্টের ডিন হেক্টর রড্রিগেজের একটা মন্তব্য উদ্ধৃত করেছে যিনি বলেছেন: | Penúltimos Días [es] mengutip respon Héctor Rodríguez, Rektor Jurusan Software Open-Source UCI yang mengatakan: |
8 | “ওপেন সোর্স সফটওয়ার প্রচারণা কিউবার মানুষের চিন্তার সব থেকে কাছাকাছি, সব থেকে বেশী স্বাধীনতা আর সাবভৌমত্বের কারনে। | “Pergerakan software Open-Source sangat dekat dengan ideologi negeri Kuba, terutama dalam hal kemerdekaan dan kedaulatan. |
9 | ব্যক্তিগত সফটওয়ারে ক্ষতিকর কোড আর লুকানো কিছু থাকতে পারে আর যা অন্যে হয়ত জানে না।” | Softeware yang dikembangkan perusahaan swasta bisa jadi memiliki lubang hitam dan kode-kode buruk yang tidak semua kita pahami.” |
10 | এই সফটওয়ারের নিজস্ব ওয়েবসাইট আছে যেখানে ব্যবহারকারী নোভা বায়রে ডাউনলোড করতে পারবে আর ফোরামে সংশ্লিষ্ট বিষয় আলোচনা করতে পারবে। | Software Nova Baire memiliki situs sendiri [es] dimana setiap pengguna dapat mendonlot dan mendiskusikan isu terkait dengan software tersebut melalui forum [es]. |
11 | ব্লগারস কিউবার টিবিএস এরই মধ্যে সুযোগ পেয়েছেন নোভা বায়রাকে পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করা আর তার সংক্ষিপ্ত একটা রিভিউ দিয়েছেন: | Salah satu bloger terkemuka, TBS dari Bloggers Cuba [es] memperoleh kesempatan untuk melakukan tes dan menulis kesan singkat: |
12 | পরিবেশনা অবশ্য ব্যবহারকারীর উপরে নির্ভর করে আর আমার মতে, এটা খুবই ব্যবহার বান্ধব আর অন্তর্জ্ঞানলব্ধ। | Distribusi difokuskan pada pengguna, dan menurutku, sangat ramah pengguna dan intuitif. |
13 | স্থায়ীত্ব আর পরিবেশনার মাপকাঠিতে দেশের ওপেন সোর্স সফটওয়ার এর দিকে যাত্রার পথে এটার ব্যবহার আদর্শ বিশেষ করে সেইসব ব্যবহারকারী দ্বারা যারা মাইক্রোসফট উইন্ডোস এর মতো পদ্ধতি ব্যবহার করে থাকে। | Berdasarkan tingkat stabilitas dan performa, sistem ini ideal digunakan pengguna sistem lain seperti Microsoft Windows, selama proses migrasi menuju software Sumber Terbuka oleh pemerintah. Berikut video Youtube yang memuat cuplikan Nova Baire yang sedang beroperasi. |
14 | এটা একটা ইউটিউব ভিডিও রয়েছে যেখানে নোভা বায়রের কাজের একটা স্ক্রিনশট আছে। | Terjemahan kolaborasi dengan Ivan Lanin, Wikipedia Indonesia |