# | ben | ind |
---|
1 | ইয়েমেনঃ সালেহ-এর বিষয়ে আসা পরস্পর বিপরীত সংবাদের মাঝে সানায় বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে | Yaman : Kebingungan Di Sanaa Di Antara Kesimpangsiuran Berita Tentang Saleh |
2 | এই প্রবন্ধটি ইয়েমেনের প্রতিবাদ বিক্ষোভ-২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Posting ini ada bagian dari liputan khusus tentang Protes Yaman 2011 |
3 | আজ বিকেলে ইয়েমেনের রাজধানী সানায় এক বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়, যখন দেশটির রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ সম্বন্ধে পরস্পর বিপরীত সংবাদ ছড়িয়ে পড়ে। | Sanaa, ibukota Yaman, berada dalam kekacauan sore hari ini, dengan berbagai berita yang simpang siur mengenai Presiden Yaman, Ali Abdullan Saleh. |
4 | একদিকে যখন কয়েকটি সংবাদে শোনা যাচ্ছিল যে তিনি রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়ে গেছেন, অন্যদিকে অন্যরা সংবাদ প্রদান করছিল যে তিনি এই সংঘর্ষে আহত হয়েছেন। | Beberapa pihak mengatakan Saleh telah terbang meninggalkan istana kepresidenan di Sanaa, sedangkan pihak lain mengatakan dia terluka pada satu bentrokan. |
5 | এমনকি অনেকে তার মৃত্যুর সংবাদ পর্যন্ত ঘোষণা করে। | Bahkan ada pihak yang mengatakan dia telah tewas. |
6 | বিগত কয়েক ঘন্টায় আসা টুইটারের প্রতিক্রিয়া সারাংশ এখানে তুলে ধরা হল। | Inilah rangkuman reaksi dari Twitter tidak lama setelah beredarnya berita yang simpang siur. |
7 | মোহাম্মেদ আবদেল দাইমান টুইট করেছে: | Kicauan Abdel Daymen: |
8 | #সালেহ “সামান্য আহত হয়েছে”, বিভিন্ন নির্ভর যোগ্য সংবাদসূত্র এই সংবাদটি নিশ্চিত করেছে। | #Saleh “luka ringan”, sudah dikonfirmasikan pada beberapa sumber terpercaya. |
9 | তার মানে কিছুটা হলেও এই সংবাদের সত্যতা রয়েছে। | Setidaknya berita ini cukup mendekati kebenaran. |
10 | সানা বিশ্ববিদ্যালয়ের সামনে সরকার বিরোধী এক বিক্ষোভে, ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ “বিদায় হও” এই বাক্যটি প্রর্দশন করা হচ্ছে। | Demonstran anti pemerintah di luar Universitas Sanaa, memperlihatkan tulisan "Keluar" ditujukan bagi presiden Sanaa, Ali Abdullah Saleh. |
11 | ছবি ফ্লিকার ব্যবহারকারী এজিটকইএনজির ( সিসি বাই-এনসি-এনডি ২. ০). আল জাজিরা ইংলিশ নিশ্চিত করেছে | Foto diambil dari Flickr user, AJTalkEng (CC BY-NC-ND 2.0). |
12 | এবং তার সাথে এনবিএসপি; | Al Jazeera dalam bahasa Inggris mengkonfirmasikan: |
13 | আনুষ্ঠানিকভাবে জানা গেছে: # ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ #সালেহ আহত হয়েছেন, কিন্তু তিনি এখনো জীবিত রয়েছেন। | Resmi diumumkan: Presiden #Yaman Ali Abdullah #Saleh dalam keadaan terlukan tapi selamat. |
14 | এই বিষয়ে আরো জানার জন্য আমাদের লেখা তাজা ব্লগগুলো পাঠ করুন।http://aje.me/mPUHeO | Baca kelanjutannya di blog kami http://aje.me/mPUHeO |
15 | আলি হাসেম, আল জাজিরার আরবী ভাষার সংবাদদাতা তিনি এর সাথে যোগ করেছেন: | Dan Ali Hashem, koresponden Al Jazeera bahasa Arab menambahkan |
16 | ইয়েমেনের সরকারী কর্মকর্তা: রাষ্ট্রপতি আলি সালেহ শীঘ্রই জনতার সম্মুখে ভাষণ দেবেন। | Info resmi soal Yaman: Presiden Ali Saleh akan segera berbicara di depan umum. |
17 | এবং তিনি টুইট করেছেন : | Dan ditambahkan: |
18 | এটা নিশ্চিত করা হয়েছে যে সালেহ মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে, সে সৌভাগ্যবান। | Saleh dipastikan telah lolos dari maut. Sungguh beruntung dia. |
19 | এন্ডি কারভিন পুরো পরিস্থিতির সার সংক্ষেপ করার চেষ্টা করেছে, সে বলছে: | Andy Carvin berusaha merangkum situasi ini dengan : |
20 | সংবাদ সমূহের সার-সংক্ষেপ করার চেষ্টা করছি, ইয়েমেনের সংবাদ সমূহ সালেহকে নিয়ে সংবাদ করেছে; সে /মনে হয় না/হয়ত বা/সম্ভবত/হতে পারে/ টুইটারের সূত্রমতে/ রয়টারের সংবাদ অনুসারে/এ ধরনের সূত্র থেকে পাওয়া সংবাদে/ জানা গেছে মৃত। | Jadi bisa disimpulkan, Pres. Yaman Saleh bisa saja/tidak/dikabarkan/mungkin/sepertinya/menurut Twitter/menurut Reuters/tampaknya/mungkin telah tewas. |
21 | সালেহ-এর আহত হবার ঘটনা অথবা তার সম্ভাব্য মৃত্যুর সংবাদ, টুইটার জগতে এক আশার সঞ্চার করে যে, এতে শীঘ্রই আরব বিশ্ব থেকে একজন স্বৈরশাসক কমে যাবে। | Berita tentang terlukanya Saleh dan mengarah pada kemungkinan tewas membawa harapan pada Twittersphere, bahwa satu diktator akan berkurang di dunia Arab. |
22 | মিশরীয় নাগরিক মোনা এল তাহয়াওয়ি টুইট করেছেন: | Mona Eltahawy dari Mesir berkicau: |
23 | আমাদের এখানে শুক্রবারে বিদায় নিতে যাওয়া ঘৃণ্য স্বৈরশাসকদের অপসারণের লম্বা লাইন লেগে গেছে। | Kami sudah lama menantikan berakhirnya Jumat berakhirnya kekuasaan diktator. |
24 | # ইয়েমেনের আলি আবদুল্লাহ #সালেহ, এই প্রক্রিয়ার পরবর্তী জন হতে পারেন? | #Presiden #Yaman, Ali Abdulla #Saleh: mungkinkah Anda yang selanjutnya (turun)? |
25 | ইয়াল্লা (যাও, যাও) ইয়েমেন! | Yalla, Yaman! |
26 | ইয়েমেন ফিরে আসা যাক, এখানে এখনো বিভ্রান্তি রয়ে গেছে. | Kembali ke Yaman, kebingungan terus berlanjut. |
27 | ইব্রাহিম মোতাহনা লিখেছে: | Ibrahim Mothana menulis: |
28 | অনুবাদ করতে গিয়ে আমি বিভ্রান্ত হয়ে পড়ছি!! | Saya benar-benar bingung!! |
29 | #সানা থেকে এখন প্রচুর পরস্পর বিপরীত সংবাদ এবং তথ্য আসছে। | Begitu banyak berita yang simpang siur dan laporan dari #Sanaa. |
30 | #ইয়েমেন # সালেহ | #Yaman. #Saleh |
31 | আমেল টুইট করেছে: | Amel berkicau: |
32 | সানা এখন এক বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। | Sanaa sangat kacau. |
33 | সব জায়গায় গোলাগুলি চলছে। | Tembakan di mana-mana. |
34 | আমরা আমেরিকান দূতাবাসের দিকে এগিয়ে যাচ্ছি #ইয়েমেন #ওয়াইএফ | Kami menuju ke Kedutaan Amerika #Yaman #yf |