# | ben | ind |
---|
1 | সিঙ্গাপুর: “বিশ্বের সবচেয়ে দুখী ডলফিনদের বাঁচাও” নামক প্রচারণা | Singapura: Kampanye ‘Selamatkan Lumba-Lumba Tersedih di Dunia’ |
2 | নীচে সিঙ্গাপুরে চলতে থাকা “পৃথিবীর সবচেয়ে দুখী ডলফিনদের বাঁচাও” (সেভ দি ওয়ার্ল্ড স্যাডেস্ট ডলফিন) নামক প্রচারণার বিস্তারিত বর্ণনা প্রদান করা হল। | Di bawah ini adalah pengenalan singkat mengenai kampanye ‘Save the World's Saddest Dolphins'- Selamatkan Lumba-Lumba Tersedih di Dunia' yang berlangsung di Singapura |
3 | বোটলনোজ ডলফিন (বোতলের মত নাক বলে তাদের বোটলনোজ বা বোতলনাক ডলফিন নামে ডাকা হয়) যারা এক সময় অবাধে প্রশান্ত সাগরে ঘুরে বেড়াত, তারা এখন বন্দী, একঘেয়ে, পীড়িত, দমবন্ধ হয়ে আসা, হতাশ এক জীবন কাটাবে এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। এই ঘটনার জন্য রিসোর্টস ওয়ার্ল্ডকে ধন্যবাদ, যারা সিঙ্গাপুরের সেন্টোসায় তাদের স্পা কেন্দ্রে এদের রাখার পরিকল্পনা করেছে। | 25 ekor lumba-lumba hidung botol yang pernah berenang bebas dan lepas di luasnya samudera Pasifik, tengah menghadapi kehidupan terbatas, kebosanan, stres, klaustrofobik, frustrasi dan kematian perlahan, semuanya disebabkan oleh Resorts World, yang berencana untuk menaruh mereka di sasana spa di Sentosa, Singapura. |
4 | ইতোমধ্যে এই কঠিন পরিস্থিতিতে এই ডলফিন পরিবারের দুজন সদস্য মারা গেছে। | Dua anggota keluarga mereka mati dalam proses penyiksaan tersebut. |
5 | দয়া করে অবশিষ্ট ডলফিন গুলোকে বাঁচানোর জন্য আমাদের সাহায্য করুন। | Tolong selamatkan hewan yang tersisa ini |
6 | এই প্রচারণা সকল প্রাণী প্রেমীদের প্রতি আহবান জানাচ্ছে, তারা যেন এই ডলফিনগুলোকে ছেড়ে দেবার জন্য রিসোর্ট ওয়ার্ল্ড-এর ব্যবস্থাপকদের উপর চাপ তৈরি করে। | Kampanye ini diserukan pada seluruh pecinta binatang untuk menuntut pihak manajemen Resorts World untuk membebaskan lumba-lumba. |
7 | সেন্টোসার রিসোর্ট ওয়ার্ল্ড এই সব ডলফিনদের ক্ষেত্রে যা করছে তা যে কোন প্রাণীপ্রেমীদের আহত করার জন্য যথেষ্ট। | Apa yang dilakukan Resorts World, Sentosa terhadap lumba-lumba hidung botol menyinggung pecinta binatang. |
8 | আপনারা জানেন যে ডলফিন হচ্ছে অত্যন্ত সামাজিক এক প্রাণী যারা যারা পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকে। | Lumba-lumba, seperti yang diketahui, merupakan makhluk dengan interaksi sosial yang tinggi yang biasa berinteraksi secara berkelompok. |
9 | এই সব ডলফিনগুলো এক অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি হতে যাচ্ছে। | Lumba-lumba ini menghadapi masa depan yang suram. |
10 | এখন বিষয়টি আমরা যার প্রাণীদের ভালোবাসি তাদের উপর নির্ভর করছে, আমাদের উচিত রিসোর্ট ওয়ার্ল্ডে যাওয়া এবং ডলফিনগুলোকে বদ্ধ জায়গায় রাখার ব্যাপারে তাদের সিদ্ধান্তকে পুনঃবিবেচনার জন্য বলা। | Nasib mereka bergantung pada kita pecinta binatang meminta Resorts World agar memikirkan kembali keputusan mereka untuk membebaskan mereka. |
11 | দয়া করে রিসোর্ট ওয়ার্ল্ডকে ডলফিনগুলোকে ছেড়ে দিতে বলুন। | Tolong minta kepada Resorts World untuk membebaskan lumba-lumba ini. |
12 | দয়া করে আপনার কণ্ঠস্বর তুলে ধরুন এবং বিষয়টিকে সমর্থন করুন। | Sampaikan suara dan dukungan kamu. |
13 | নীচে ইউটিউবের এক ভিডিও রয়েছে যা এই প্রচারণাকে সর্মথন করে তৈরি করা হয়েছে: আওয়াজ. | Di bawah adalah video dari YouTube untuk mendukung kampanye: |
14 | অর্গ একটি অলাভজনক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তারা এই আবেদনকে সমর্থন করেছে। | Avaaz.org, grup nirlaba internasional, meluncurkan sebuah petisi |
15 | রিসোর্ট ওয়ার্ল্ড সেন্টোসার প্রতি এক আবেদন: | Petisi untuk Resorts World Sentosa: |
16 | আপনাদের ওখানে আটকে রাখা এসব সকল বন্য ডলফিনগুলোকে ছেড়ে দেবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনার এ ভাবে ডলফিন কেনা বন্ধ করুন এবং সমুদ্রে বিচরণ করা সব ডলফিন শিকার এবং সেগুলোকে বন্দী করা বন্ধের ক্ষেত্রে বিশ্বব্যাপী যে প্রচেষ্টা তাকে সমর্থন করুন। | Kami meminta Anda untuk membebaskan seluruh lumba-lumba liar yang ditangkap, stop membeli lumba-lumba yang ditangkap, dan dukunglah usaha global untuk mengakhiri pemburuan dan penangkapan lumba-lumba liar. |
17 | এতে হয়ত ব্যবস্থাপনা পরিষদ এই আবেদনের কথা সেই ভাব শুনবে, যে ভাবে দুই বছর আগে তারা জনতার প্রতিবাদের মুখে হোয়েল শার্ক নামে এক বিশেষ প্রজাতির হাঙরের প্রদর্শনী বাতিল করেছিল: | Mungkin pihak manajemen akan mendengarkan petisi ini seperti ketika kejadian pembatalan pameran hiu paus dua tahun lalu setelah diprotes oleh khalayak ramai |
18 | দুই বছর আগে রিসোর্ট ওয়ার্ল্ড প্রচণ্ড সমালোচনার মুখে হোয়েল শার্ক নামক এক বিশেষ প্রজাতির হাঙর প্রদর্শনী বাতিল করে দিতে বাধ্য হয়, যা তাদের সুনামকে হুমকির মুখে ঢেলে দেয়। | Resorts World terpaksa meninggalkan rencana mereka untuk menggelar pameran hiu paus dua tahun lalu karena protes besar yang mengancam reputasi mereka. |
19 | এবার এই বুদ্ধিমান, সুন্দর প্রাণীগুলোকে মুক্ত করার জন্য প্রচণ্ড জোরালো এক আওয়াজ তুলি-এবং এই গুরুত্বপুর্ণ মুহূর্তটিকে বিশ্বব্যাপী ডলফিন বিক্রি বন্ধের লড়াইয়ে পাল্টে ফেলি। | Mari sadarkan semua orang untuk membebaskan makhluk pintar nan indah ini - dan jadikanlah ini sebagai tujuan penting perjuangan mengakhiri perdagangan global lumba-lumba liar. |
20 | আমাদের এই দরখাস্ত রিসোর্ট ওয়ার্ল্ড এবং প্রচার মাধ্যমের কাছে পাঠিয়ে দেওয়া হবে। | Petisi kami akan disampaikan pada Resorts World dan media. |
21 | এই দরখাস্তে স্বাক্ষর করুন এবং তা সকলকে জানান। | Tanda tangan sekarang dan sebarkan ke semua orang! |
22 | ফেসবুকের ছবি, ছবি পিয়ারলিয়েন চিয়ং-এর | Foto Facebook oleh Pearlyn Cheong |
23 | নীচে কিছু ব্লগ প্রতিক্রিয়া প্রদান করা হল। এগুলো নেওয়া হয়েছে অটারমান স্পিক থেকে। | Di bawah ini adalah berbagai tanggapan dari sebuah blog Otterman Speaks |
24 | আমি এতে শঙ্কিত এ কারণে যে, এই ভাবে ডলফিন দিয়ে খেলা দেখানোর বিষয়টি জাতি হিসেবে আমাদের মর্যাদার জন্য সরাসরি এক চ্যালেঞ্জ। | Sejauh pengamatan saya, rencana untuk mempertontonkan lumba-lumba adalah tantangan langsung terhadap harga diri kita sebagai suatu bangsa. |
25 | আপনারা কি ডলফিনকে রিং-এর ভেতর লাফ দেওয়ানোর মত কাজটি সত্যি কি করতে যাচ্ছেন? | Apa kita benar-benar akan membiarkan lumba-lumba lompat ke tengah lingkaran? |
26 | ৮০ এবং ৯০ দশকের সে পুরোনো এবং জরাজীর্ণ যুক্তি শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাওয়া যে ডলফিনকে আটকে রাখা হয় গবেষণা এবং সংরক্ষণের সুবিধার জন্য। | Melelahkan mendengar argumen yang terlalu tua dan kuno dari tahun 80an dan 90an mengenai manfaat riset dan konservasi dari penangkapan lumba-lumba. |
27 | সমুদ্র যে অজস্র বাজে ঘটনার মুখোমুখি হচ্ছে, এই ধরনের কোন ঘটনা তা দমন করতে সাহায্য করবে না। | Kerusakan yang tengah dialami ekosistem laut akan semakin parah dengan menangkap lumba-lumba ini. |
28 | ডলফনিদের দিয়ে হোটেলের “ইন্টারঅ্যাকটিভ স্পার” (স্পা হচ্ছে পানির মাধ্যমে এক ধরনের চিকিৎসা), কাজে ব্যবহার করার বিষয়টির লেকোওয়ালা, সমালোচনা করেছেন। | lekowala! mengkritik rencana penggunaan lumba-lumba dalam produk ‘spa interaktif' |
29 | রিসোর্ট ওয়ার্ল্ড স্পা বা আরএসএ আসলে কি ভাবছে? | Apa yang dipikirkan RWS? |
30 | যাই হোক, কি ভাবে তারা এই যুক্তি প্রদান করতে পারে যা “ইন্টারঅ্যাকটিভ স্পার” (পানিতে খেলার মাধ্যমে স্পা নেওয়া) জন্য তারা ডলফিন ব্যবহার করবে, অসুস্থ এবং প্রতিবন্ধি শিশুদের সুস্থ করার জন্য। | Bagaimana mereka bisa menggunakan alasan bahwa lumba-lumba bisa dijadikan “SPA Interaktif” untuk menyembuhkan anak-anak sakit dan cacat. |
31 | (এই বিষয়ে আমার কোন সন্দেহ নেই যে ডলফিন যে কাউকে এক ভালো অনুভুতি এনে দিতে পারে কিন্তু যদি এর জন্য ডলফিনদের এক জায়গায় আটকে রাখা হয় তবে তা ভীষণ ভুল হবে)। | (Saya yakin lumba-lumba bisa membuat siapapun senang tapi menangkap lumba-lumba sangat tidak benar). |
32 | যদি আরএসএ এই বিষয়ে সত্যি সচেতন হয়, তাহলে তারা তাদের আয়ের একটা অংশ হাসপাতাল, সেবা সদন, অথবা অন্য সংগঠন দান করতে পারে। এই সব সংগঠন, যারা খাবার, বিনোদন- বিশেষ করে জুয়ার মত কাজ একসাথে করে, সেই সব সংগঠন তাদের চেয়ে উন্নত এবং এই সব কাজের মধ্যে দিয়ে তারা ভালো কিছু করতে পারে। | Bila RWS benar-benar tulus mengenai ini, mereka bisa mendonasikan pendapatan mereka pada rumah sakit, rumah peristirahatan dan organisasi lainnya yang jelas lebih bermanfaat alih-alih sanggarloka yang berfokus pada makanan dan hiburan - seperti perjudian. |