# | ben | ind |
---|
1 | হৃদয়ভাঙ্গা খবর: হারিয়ে যাওয়া মালয়েশিয়া ফ্লাইট এমএইচ৩৭০ ভারত মহাসাগরে বিধ্বস্ত | Berita Duka: Pesawat MH370 Jatuh di Samudera Hindia |
2 | মালয়েশিয়া এয়ারলাইন্সের ফেসবুক পাতা থেকে | Foto dari laman Facebook Malaysia Airlines |
3 | মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সর্বশেষ উপগ্রহ তথ্য বিশ্লেষণের উপর ভিত্তি করে হারিয়ে যাওয়া বিমান এমএইচ৩৭০ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে বলে সোমবার সন্ধ্যায় ঘোষণা করেছেন: | Perdana Menteri Malaysia Najib Razak mengumumkan Senin petang bahwa pesawat MH370 yang selama ini raib, jatuh di Samudera Hindia, berdasarkan analisis satelit teranyar: |
4 | … বিমানটির শেষ অবস্থান ছিল পার্থের পশ্চিমে ভারত মহাসাগরের মাঝখানে। | …posisi terakhirnya adalah di tengah Samudera Hindia, bagian barat Perth. |
5 | সম্ভাব্য অবতরণের কেন্দ্রগুলো থেকে অনেক দূরে এটি একটি দুর্গম অবস্থান। | Lokasi tersebut amatlah terpencil, jauh dari landasan manapun. |
6 | তাই গভীর বিষণ্ণতা এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এই নতুন তথ্য অনুযায়ী, ফ্লাইট এমএইচ৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। | Oleh sebab itu, dengan kesedihan dan penyesalan mendalam Saya harus memberitahukan kepada Anda sekalian bahwa, sesusai data baru ini, penerbangan MH370 telah berakhir di selatan Samudera Hindia. |
7 | বেইজিং থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে এমএইচ৩৭০ ফ্লাইটটি গত ৪ঠা মার্চ তারিখে হারিয়ে যায়। | MH370 raib pada tanggal 8 Maret saat menempuh perjalanan menuju Beijing dari Kuala Lumpur. |
8 | কেন বিমানটি ভুমির সাথে যোগাযোগ হারিয়ে ফেলে তার কোন অকাট্য তথ্য এখনও পাওয়া যায়নি। কিন্তু কর্তৃপক্ষ বলছে, বিমানটির রাডার ইচ্ছাকৃতভাবে বন্ধ ছিল। | Sejauh ini masih belum ada informasi jelas mengapa pesawat tersebut hilang kontak, namun pihak berwajib mengatakan bahwa radar pesawat dengan sengaja dimatikan. |
9 | এমএইচ৩৭০ ফ্লাইটটিতে ২৩৯ জন যাত্রী ও ক্রু ছিল। | Sejumlah 239 penumpang dan kru menumpangi MH370. |
10 | দুই সপ্তাহ ধরে, হারিয়ে যাওয়া বিমানটির হালনাগাদ তথ্য পাওয়ার জন্য গোটা বিশ্ব বিমানটির অনুসন্ধান কর্মসূচীর দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। | Selama dua minggu, seluruh dunia menanti kabar-kabar terbaru pencarian pesawat hilang tersebut. Malaysia Airlines mengunggah pesan berikut sesaat sebelum Perdana Menteri memberi pengumuman: |
11 | প্রধানমন্ত্রী তার ঘোষণার আগের মুহূর্তে মালয়েশিয়া এয়ারলাইনস এই বার্তাটি পোস্ট করে: | Malaysia Airlines dengan amat menyesal harus menganggap bahwa pesawat MH370 berakhir di bagian selatan Samudera Hindia. |
12 | | Atas nama setiap kami di Malaysia Airlines dan semua warga Malaysia, doa kami panjatkan bagi mereka yang terkasih dari 226 penumpang dan 13 teman-teman dan kolega kami di saat yang luar biasa menyakitkan ini. |
13 | নিখোঁজ বিমানটির জন্য মালয়েশিয়ান এয়ারলাইনস গভীরভাবে দুঃখপ্রকাশ করছে। আমরা অনুমান করছি, এমএইচ৩৭০ ফ্লাইটটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। | Kami tahu bahwa tidak ada satu katapun yang kita atau orang lain dapat katakan untuk meringankan sakit yang Anda derita. |
14 | মালয়েশিয়া এয়ারলাইনস এবং সমস্ত মালয়েশীয়র পক্ষে, এই অতিশয় বেদনাদায়ক সময়ে ২২৬ জন যাত্রী এবং আমাদের ১৩ জন বন্ধু এবং সহকর্মীদের জন্য আমাদের প্রার্থণা রইল। আমরা জানি, এই ব্যথা লাঘব করার মতো কোন ভাষা আমাদের কারও জানা নেই। | Kami akan terus menyediakan pendampingan dan dukungan bagi Anda, seperti halnya yang telah kami berikan sejak detik-detik lenyapnya MH370 pada tanggal 8 Maret, ketika menerbangi rute Kuala Lumpur ke Beijing. |
15 | আমরা আপনাকে আমাদের সহায়তা এবং সমর্থন প্রদান অব্যাহত রাখব, যেমনটি রেখছি বেইজিং থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে এমএইচ৩৭০ ফ্লাইটটি গত 8 মার্চ প্রথম ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যাওয়ার পর থেকে। | Warga Net di seluruh dunia menggunakan tagar-tagar #PrayforMH370 dan #RIPMH370 untuk mengirimkan ucapan duka cita mereka pada para keluarga penumpang dan kru MH370: |
16 | সারা বিশ্বের নেট নাগরিকরা এমএইচ৩৭০ ফ্লাইটটির যাত্রী ও ক্রু সদস্যদের পরিবার বর্গকে #PrayforMH370 এবং #RIPMH370 হ্যাশট্যাগ দুটি ব্যবহার করে তাদের সমবেদনা পাঠাচ্ছে: | Di saat yang sulit ini, kami harap para keluarga untuk terus kuat dan teguh dihadapan segala rintangan. Diberkatilah setiap nyawa yang terhilang #UniteForMH370 #PrayForMH370 |
17 | এই খুবই কঠিন সময়ে, আমরা আশা করছি, সব প্রতিবন্ধকতা সত্ত্বেও তাঁদের পরিবার মানসিকভাবে নিজেদের শক্ত রাখবে। | - UNITE FOR MH370 (@uniteformh370) March 24, 2014 Ini belum fakta hingga bukti kuat ditemukan. |
18 | সমস্থ আত্মার জন্য আশীর্বাদ। | Mungkin ada jiwa selamat. |
19 | শক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত এটা সত্য নয়। | Aku akan berdoa untuk keselamatan mereka dan yang terbaik bagi mereka. |
20 | তাঁরা জীবিত থাকতে পারেন। | #PrayForMH370 - Syafiq Mobin (@syafiqduckie) March 24, 2014 |
21 | আমি তাদের বেঁচে থাকার জন্য প্রার্থনা করব এবং যাই হোক না কেন তাদের জন্য সবচেয়ে ভাল কাজটি করব। | Meski mereka bersikeras bahwa pesawat jatuh di laut, sebagian dari diriku berharap bahwa masih ada harapan bahwa mereka akan menemukannya #PrayForMH370 |
22 | এমনকি যখন তারা দাবি করে যে সেটা সমুদ্রে ধ্বংস হয়েছে, তখনও আমার কাছে মনে হয় যে, তারা সেটা কোথাও না কোথাও খুঁজে পাবে। | - syad (@syafiqarsyad) March 24, 2014 Keluarga para penumpang #MH370 akan diterbangkan dari Beijing ke Australia #PrayForMH370 http://t.co/jpf3xghilN pic.twitter.com/zQJPzFSLb0 |
23 | এমএইচ৩৭০ ফ্লাইটটির যাত্রীদের পরিবারবর্গকে বেইজিং থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। | - The Star (@staronline) March 24, 2014 |
24 | * প্রধানমন্ত্রী নাজিব রাজাক এর ফেসবুক পাতা থেকে আলোকচিত্রগুলো ব্যবহার করা হয়েছে। | *Foto mini yang digunakan disini berasal dari laman Facebook PM Najib Razak |