# | ben | ind |
---|
1 | চীন অসুখী | Cina: “Cina Tidak Bahagia” |
2 | ‘চীন না বলতে পারে না' (中國可以說不)) বইটি ১৯৯৬ সালে চীনের সবচেয়ে বেশী বিক্রি হওয়া বইয়ের তালিকায় উঠে এসেছিল। | |
3 | সে বইয়ের অন্যতম একজন লেখক ছিলেন সং কিয়াং। | |
4 | সম্প্রতি তিনি অন্য কয়েকজন বিখ্যাত লেখকের সাথে একটি বই প্রকাশ করেছেন যার নাম, চীন অসুখী (中國不高興)। তার প্রথম বইটি তখন প্রকাশিত হয় যখন যুগোশ্লাভিয়ার চায়নিজ দুতাবাসে ন্যাটো বোমা বর্ষণ করে। | Salah satu penulis buku laku terjual tahun 1996 Cina Tidak Bisa Bilang Tidak (中國可以說不) No Song Qiang, baru-baru ini menerbitkan buku baru Cina Tidak Bahagia (中國不高興), yang ditulis bersama para penulis kenamaan lainnya. |
5 | সেই সময় তার বই চীনা জনগণকে শক্তি প্রদান করেছিল এবং পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারাবাহিক জাতীয়তাবাদী প্রতিবাদে সাহস জুগিয়েছিল। | |
6 | তার বর্তমান বইটি চীনের ৬০তম প্রজাতন্ত্র দিবসে প্রকাশিত হয়েছে । বইটির সহযোগী লেখকদের মধ্যে রয়েছে বিখ্যাত সব প্রচারমাধ্যম ব্যাক্তিত্ব, সংস্কৃতিক কর্মী এবং পন্ডিত ব্যাক্তিরা। | Buku pertama keluar setelah kejadian ledakan bom di Konsulat Jendral Cina di Yugoslavia oleh NATO yang membuat marah penduduk Cina dan memicu aksi-aksi protes nasionalis menentang negara-negara barat. |
7 | সং কিয়াং (宋強): চীন না বলতে পারে না বইয়ের অন্যতম লেখক, যিনি সাংবাদিক, সম্পাদক এবং টিভির স্ক্রীপ্ট লেখকের অভিজ্ঞতা অর্জন করেছেন । | |
8 | সং জিয়াও জুন (宋小軍): সিসিটিভি ও ফিনিক্স টিভির ধারাভাষ্যকার, যিনি একজন সুপরিচিত জাতীয়তাবাদী নেতা, যার সামরিক ট্রেনিং রয়েছে । | |
9 | ওয়াং জিয়াওদাঙ (王小東): বেইজিং বিশ্বিবদ্যালয়ে গণিতের উপর পড়াশুনা বন্ধ করলে তাকে বিজনেস ম্যানেজমেন্ট পড়ার জন্য জাপানে পাঠানো হয়। | |
10 | ওয়াং রিভার্স রেসিজম' বা বীপরিত বর্ণবাদ মতবাদের জন্য সুপিরিচিত। | Kali ini buku diterbitkan pada saat perayaan ke-60 berdirinya Republik Rakyat Cina. |
11 | রিভার্স রেসিজম-এর মানে চীনের নিজের সামনে নিজের আচরনের আত্মসমালোচনা করা। | |
12 | হুয়াং জিশু (黃紀蘇): একজন সমাজবিজ্ঞানী এবং সম্পাদক । | Tim penulis terdiri dari pekerja media terkenal, budayawan dan sarjana: |
13 | তিনি জার্নাল অফ ইন্টারন্যাশনাল সোশাল সায়েন্স এর চীনা সংস্করণের সম্পাদক । লিয়ু ইয়াং (劉仰): একজন অভিজ্ঞ প্রচারণা মাধ্যম কর্মী। | Song Qiang (宋強), salah satu penulis ‘Cina Tak Bisa Bilang Tidak', dengan pengalaman sebagai jurnalis, editor dan penulis naskah untuk stasiun TV. |
14 | তিনি সংস্কৃতি, ইতিহাস এবং অর্থনীতির উপর কাজ করেন । এই বইটি তিনখন্ডে বিভক্ত। | Song Xiao Jun (宋小軍) adalah seorang komentator di CCTV dan TV Phoenix, pemimpin nasionalis kenamaan dengan pelatihan militer. |
15 | কেন চীন অসুখী? চীনের পক্ষে কথা বলা, এবং চল ছোট্ট বুদ্ধের কাছে যাই এবং বড় পরিকল্পনা তৈরী করি (ছোট্ট বুদ্ধ মানে হচ্ছে হৃদয়ে- দয়া তৈরী করা)। | Wong Xiaodong (王小東), dikirim ke Jepang untuk mempelajari Manajemen Bisnis setelah ia memutuskan untuk berhenti mempelajari Matematika di Universitas Beijing. |
16 | ডুয়োবান এই বইয়ের বিষয়ের উপর একটা সারসংক্ষেপ প্রকাশ করেছে।: কেন চীন অসুখী? | Ia terkenal akan kritiknya “balikkan rasisme”(逆向種族主義)), maksudnya kritik diri orang Cina terhadap kelakuan mereka sendiri. |
17 | কারণ, তার পেছনে লাসার ৩. ১৪ ঘটনার ভুত তাড়া করছে। | Huang Jisu (黃紀蘇) adalah seorang sosiolog dan editor Surat Kabar Pengetahuan Sosial Internasional versi bahasa Mandarin. |
18 | চীনের প্রতি পশ্চিমা বিশ্বের মনোভাব আরো কঠিন এবং অবশ্যম্ভাবী হয়ে উঠছে। | Liu Yang (劉仰)adalah pekerja media berpengalaman dengan pembahasan masalah yang berhubungan dengan kebudayaan, sejarah dan perekonomian. |
19 | সানলু পাউডার দুধ কেলংকারির ঘটনার ফলে চাইনিজদের মাঝে এক ধরনের মানস্তাত্বিক যন্ত্রণা তৈরী হয়েছে। এটি দেশটির মূল মূল্যবোধে আঘাত হেনেছে। | Buku ini terbagi dalam tiga bagian : “Mengapa Cina tidak bahagia?”, “Pembelaan Cina” dan “Keluarkan tenaga Budha kecil untuk membuat rencana jangka panjang” (Budha kecil berarti keikhlasan hati). |
20 | ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাসা সারকোজির মতো ব্যক্তিও চীনের প্রতি আক্রমণাত্বক, কারন চীন সুযোগ নিতে চায় এবং তথাকথিত জ্ঞানী সুধীসমাজ অথবা অসাধারণ চাইনিজ জনগোষ্ঠী আমাদের জাতীয় বোধের জন্য ক্ষতিকর। | |
21 | চীনকে বেশ কিছু কেনর উত্তর পরিস্কার করতে হবে। | Situs Douban memiliki ringkasan isi buku tersebut: |
22 | কেন চীনের জনগণের মহান অনুভুতি একটা ‘ভুয়া অনুভুতি' এবং পশ্চিমা রাষ্ট্র কৌশলে আমাদের নীচে টেনে নিয়ে যাচ্ছে। | |
23 | এটি চীনের গোপন অসুখ। | Mengapa Cina tidak bahagia? |
24 | কেন আমরা চীনের জন্য এমন এক উপায় বিবেচনা করবো যার মাধ্যমে পশ্চিমা বিশ্বের সাথে এক বিশেষ শর্তে সর্ম্পক ভেঙ্গে ফেলা হবে। | |
25 | কেন ‘ফিফথ কলাম' সংস্কৃতির (‘ফিফথ কলাম', বিশেষ দল যারা শত্রুদের সাহায্য করে, বিশ্বাসঘাতক) সংখ্যা দ্রুত বাড়ছে। | |
26 | কেন ওয়াং জিয়াও বো এর মিথ বা রুপকথার গল্প আমাদের বিব্রত করে, পরাজিত করে। | |
27 | এই মিথ সবচেয়ে কুৎসিত সংস্কৃতিক মিথ্যাচার। | |
28 | কেন চীন তার কথাগুলো তুলে ধরবে। | Cina harus mengklarifikasi beberapa pertanyaan “Mengapa” |
29 | কেন চীন তার স্বপক্ষে যুক্তি তুলে ধরবে? | Apa yang harus dibela Cina? |
30 | চীন এমন একটি দেশে পরিণত হবে যার থাকবে বেশকিছু বীরত্বপূর্ণ অভিযান। | |
31 | আমাদের তরবারীকে আমাদের ব্যবসা রক্ষার জন্য নিয়োজিত করতে হবে এর কারনেই দেশটি এক শক্তিশালি দেশে পরিণত হবে। | |
32 | ন্যাশনাল লিবারেশন আর্মি অবশ্যই দেশটির মূল মূল্যবোধকে ধারন করবে। | |
33 | আর্থিক নিয়মনীতি তৈরী করা যোদ্ধাদের মিষ্টি বাক্যে আমরা শুনবো না। | |
34 | শিল্প উন্নয়নে অবশ্যই আধুনিকীকরন ব্যবস্থা থাকতে হবে। রাশিয়ান রুলে বা জুয়াখেলার মতো এক পশ্চিমা পরিকল্পনা রয়েছে। | Di Douban (suatu fasilitas terhubung liberal), dua pendapat paling populer mengomentari dengan tajam tentang buku tersebut: |
35 | ফ্রান্সের সাথে যে কঠিন কুটনৈতিক সম্পর্ক রয়েছে তাকে অবশ্যই নমনীয় করতে হবে। | |
36 | আর্ন্তজাতিক নিরাপত্তার ক্ষেত্রে, নিজেদের রক্ষার ক্ষেত্রে চীনকে অবশ্যই সাহসী হতে হবে এবং একটি শক্তিশালী দেশ হিসেবে এগিয়ে যাবার রাস্তা বেছে নেবার ক্ষেত্রে আমাদের পরিস্কার ধারনা থাকতে হবে। | |
37 | আমাদের সামাজিক জীবনে উচ্চ শ্রেণীর সংস্কৃতির প্রভাব এড়িয়ে যেতে হবে । | |
38 | এর কারনেই আমরা আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য অর্জন করতে পারবো না । | |
39 | ডুয়োবান (একটি উদারনৈতিক অনলাইন প্লাটফর্ম)-এ দুজন জনপ্রিয় মতামতপ্রদানকারী এই বই সমন্ধে বেশ কঠিন কিছু মন্তব্য করেছে। | |
40 | এবিং বলেন | abing berkata : |
41 | এই বইয়ের উপাদান খুব সাধারন। | |
42 | এই বইটিতে চীনের পুরোন এক (ডেমাগগিক ডিসকোর্স) বিশেষ ধারণা ব্যবহার করা হয়েছে। | |
43 | এটি হলো চীন না বলতে পারে না। | Isi buku ini sangat sederhana. |
44 | এর মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের বেশ কিছু তুলনামুলক সামাজিক সমস্যা আবার আবিস্কার করা হয়েছে। | |
45 | এবং দক্ষিণের ছুটিকাটানোর প্রবেশপথগুলোর ক্ষেত্রে শুরুর কিছু দুর্বলতা বের করা দারকার, জিয়ান ঝং শু , ওয়াং জিয়াও বো। এটি আমাদের বলছে, চীন যথেষ্ট ভালো। | Mengikuti wacana penghasutan kuno tentang Cina bisa bilang Tidak, rekonfigurasi beberapa permasalahan sosial kotemporer, dan menemukan celah untuk menyerang Southern Weekend, Jian Zhong Shu, Wang Xiao Bo. |
46 | নিজেদের সমালোচনা করবেন না। নিজেদের আভ্যন্তরীণ সমস্যায় আটকে যাবেন না। | Buku ini memberitahu kita, Cina cukup hebat, jangan mengkritik diri, jangan terlibat dalam permasalahan internal, Barat hanya menggertak. |
47 | পশ্চিমা শক্তি আসলে কেবল কগুজে বাঘ। | Apa lagi yang baru? |
48 | এছাড়া কি? | Tidak ada. |
49 | এর বাইরে সে কিছুই না। লি আও এক সময় কেএমটি সমন্ধে বলেছিল মুল ভুখন্ড যৌনভাবনায় বুদ যখন, তখন তাইওয়ান হস্তমৈথুনে রত। | Li Ao pernah berkata KMT bagai “berfantasi seksual tentang Daratan sambil bermasturbasi tentang Taiwan”. |
50 | এখন মুল ভূখন্ডের সে গৌরবমন্ডিত ঐতিহ্য অতিক্রান্ত হয়েছে এবং তা পরিবর্তিত হয়ে যৌনতায় পৃথিবীকে আচ্ছন্ন করছে তখন যখন চীন হস্তমৈথুন করছে। | |
51 | সে সমস্ত প্রতিনিধিরা উন্মাদ, যারা বইটিকে টয়লেট শৌচাকার্যে ব্যবহৃত কাগজ-এর সাথে তুলনা করছে। | Sekarang tradisi hebat ini dilanjutkan di Daratan dan bertransformasi menjadi “berfantasi secara seksual tentang dunia dan bermasturbasi tentang Cina”. |
52 | এটি একটি বিষ্ঠা, কাগজ হিসেবে আমি এত দামি টয়েলেট পেপার আমি দেখিনি। | Dewan Perwakilan gila membandingkan sebuah buku dengan kertas toilet: |
53 | ১) বইটির পৃষ্ঠাসংখ্যা খুবই কম আর দাম অনেক বেশী। | Brengsek, saya tidak pernah melihat kertas toilet yang begitu mahal |
54 | এটি আসলে যতগুলো টয়লেট পেপার আছে তাদের মধ্যে সবচেয়ে দামী। | Bagaimanapun, beberapa bloger memuji buku ini. |
55 | কিন্তু তার ফলাফল খুব সন্তোষজনক নয়। ২) এর পাতাগুলো খুব শক্ত এবং গাধাদের এই বইয়ের পাতা চিবুতে অনেক বেশী সময় লাগবে। | Bian Zhou Yi-Ye, juga dari Douban setuju dengan argumen buku ini mengenai “balikkan rasisme” dan berkata: |
56 | তারচেয়ে বড় কথা এই বই থেকে রঙ বের হয়ে আসে-- ৩) এর পাতা পানি এবং ছিদ্র দুর করতে সমর্থ নয় ৪) এর শব্দগুলো যৌন কল্পনায় ভরপুর যা আসলে একজনের উত্তেজনা তৈরী করতে পারে । | |
57 | এটি আসলে লিঙ্গের জন্য স্বাস্থ্যসম্মত নয় যে সে টয়লেটের গামলা স্পর্শ করবে। | |
58 | ৫) এ ধরনের টয়লেট পেপারকে মোড়ানো অনেক ব্যয়বহুল ব্যাপার এবং তা পরিবেশবান্ধব নয়। | |
59 | ৬) যে সমস্ত ব্যবসায়ী সচেতন নয় তারা জনগণকে এই অকাজের টয়লেট পেপার বিক্রি করে প্রতারনা পুর্ন অপরাধ করছে। | |
60 | ৭) এটি রোল বা মোডানো অবস্থায় নেই। এটি কোন টয়েলট পেপার বক্স এর সাথে খাপ খায়না। | Masalah paling besar adalah Cina menghadapi para elit yang menngikis semangat mulia bangsa kita. |
61 | ৮) চীনের লোকেরা এই বইটির কারনে অসুখী তবে যাইহোক কিছু ব্লগ বইটির প্রশংসা করেছে। | Suatu bangsa dengan kebudayaan jiwa tunduk tidak bisa menjadi kuat dan tidak bisa menjadi pemimpin dunia. |
62 | বিয়ান-জহু ই-ইয়ে, যিনিও ডুয়োবন এ লেখেন, তিনি বইটির রিভার্স রেসিজম বা বীপরিত বর্ণবাদে যুক্তিতে একমত হয়েছেন এবং বলেছেন: | |
63 | বর্তমানে চীনের সবচেয়ে বড় সমস্যা এলিট বা সুধী সমাজ। তারা আমাদের জাতীয় শক্তিকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলছে। | Cina tidak bahagia datang pada waktu yang tepat untuk membuang kelakuan mengkritik diri terhadap nasionalitas kita. |
64 | হাটু গেড়ে বসার সাংস্কৃতিক মানসিকতা কখনওই শক্তিশালি হতে পারে না ও তা পৃথিবীর নেতা হতে পারে না। | |
65 | চীন অসুখীটি বই একেবারে সঠিক সময়ে এসে উপস্থিত হয়েছে। | Ini merupakan proyek yang sangat penting. |
66 | এই বইটি চীনের আত্মসমালোচনা মুলক মনোভাবের বিষয়টি জাতীর মাঝ থেকে ঝেটিয়ে বিদায় করবে। | Chiao Sa merekomendasikan buku ini pada orang lain karena telah membangkitkan kembali pendapat nasional: |
67 | এটি খুব গুরুত্বপুর্ণ প্রজেক্ট। | Cina tidak bahagia membuat saya menderita insomnia. |
68 | চিয়াও সা এই বইটি অন্যদের পড়ার জন্য সুপারিশ করছেন কারন এটি জাতীয় আবেগকে আবার বাড়িয়ে তুলছে ।: | Kata-kata dari mulai “orang biasa” membangkitkan percikan dan merangsang mata dan syaraf saya. |
69 | ‘চীন অসুখী' আমাকে রাতজাগা রোগে ভুগিয়েছে। অর্ডিনারি ম্যান এর শব্দ সাধারণত জ্বলজ্বল করছে এবং তা আমার চোখ ও স্নায়ু উদ্দিপ্ত করছে। | Ini juga membangunkan perasaan yang telah lama hilang “walaupun status saya rendah, tidak sekalipun saya lupa mencemaskan penderitaan negri”. |
70 | এটি আমাদের লম্বা সময় ধরে হারিয়ে যাওয়া আমার সন্মানের মতই নীচু অনুভুতিকে আবার তৈরী করছে, এ অনুভুতি আমার কষ্টে থাকা দেশকে ভুলে না যাওয়া। | |