# | ben | ind |
---|
1 | ব্রাজিল: নেট-নাগরিকরা মজা পাওয়ার জন্য দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের গুলি করছে | Brasil: Netizen menembaki politisi korup dalam permainan daring |
2 | ব্রাজিলের ফেডারেল ডিস্ট্রিক্ট বা কেন্দ্রীয় জেলার প্রশাসক জোসে আরুডা। তিনি এবার নিজেকে কেন্দ্রীয় পুলিশী তদন্তের মুখে আবিষ্কার করেন । | Setelah menjadi target penyelidikan Polisi Federal, pemimpin dari jaringan skanda korupsi terbaru Brasil, Gubernur Distrik Federal José Arruda kini menjadi sasaran tembak warga net di dalam sebuan permainan video daring. |
3 | এটা ব্রাজিলের কেন্দ্রীয় রাজনীতিবীদদের দুর্নীতি কেলেঙ্কারির সাম্প্রতিক তম আবিষ্কার করা নেটওয়ার্ক বা সংযোগ। এরপর হোসে আরুডাকে অনলাইনে নেটিজেনরা ভিডিও গেম বা খেলায় গুলি করছে। | Diluncurkan oleh Movimento Brasília Limpa [pt] - Gerakan Pembersihan Brasilia, permainan yang memunculkan Arruda dan panettone (kue khas yang biasa dihidangkan kala Natal, tapi sekarang berubah menjadi simbol dari peperangan melawan korupsi di negara itu) yang beterbangan di udara. |
4 | এই গেম বাজারে মুভিমেন্টো ব্রাজিলিয়া লিম্পা (পর্তুগীজ ভাষায়, “ব্রাজিলের দুর্নীতি পরিষ্কার করা”) নামক প্রচারণার উদ্বোধন করে। | |
5 | এই গেমে অরুডা এবং পানেট্টোনেকে (এক সময় এটি ছিল বড়দিনের এক জনপ্রিয় কেকের নাম, কিন্তু এখন তা দেশটির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের এক প্রতীকে পরিণত হয়েছে) সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। | |
6 | গেমের ভেতরে এই দু'টি বস্তু বাতাসে উড়ছে। | Paola Lima [pt] menerangkang cara bermain: |
7 | পাওলা লিমা ব্যাখ্যা করছে, কিভাবে এই গেমটি খেলতে হবে [পর্তুগীজ ভাষায়]: | Permainan ini sangat sederhana dan didasarkan pada apa yang menjadi simbol dari krisis, panettone. |
8 | এই গেমটি খুব সাধারণ এবং এটি এক সমস্যার প্রতীক হিসেবে আসে। | Pemain harus menghancurkan makanan-makanan pilihan Natal yang muncul di layar, bersamaan dengan gambar Gubernur José Roberto Arruda. |
9 | এই সমস্যা সমাধানের উপর ভিত্তি করে গেমটি খেলতে হয়। | Pada akhir permainan pesan “Anda telah membantu membersihkan Brasilia” diperlihatkan. |
10 | এখানে পানেট্টোনে সেই প্রতীক। | Movimento Brasília Limpa ( Gerakan Brasilia Bersih) |
11 | এই খেলায় গেমার ওরফে খেলোয়াড়রা বড়দিনের সুস্বাদু এই কেককে ধ্বংস করে, যা কম্পিউটারের পর্দার উপর ভেসে ওঠে, এর সাথে আসে গভর্নর জোসে রবার্টো আরুডার ছবি। খেলার শেষে একটি বাক্য “আপনি ব্রাজিলের ময়লা পরিষ্কার করার কাজে সাহায্য করেছেন” প্রদর্শিত হতে থাকে। | Inspirasi untuk permainan ini didapat dari kegiatan yang berlangsung di Nopember 2009, ketika Polisi Federal menuduh Arruda sebagai orang yang bertanggung jawab dari sindikat yang berbasis sogokan dan korupsi pasif dan aktif yang berdasarkan dugaan mendistribusikan total perbulan sebesar R$ 600.000 (sekitar AS$ 340.000) ke kroninya. |
12 | মুভিমেন্টো ব্রাজিলিয়া লিম্পা আরুডার পানেট্টোনে বা বড়দিনের কেক। | Perbuatan buruknya terekam oleh kamera dan disebarkan ke seluruh negeri lewat situs YouTube. |
13 | ব্রাজিলের দুর্নীতি পরিষ্কার করার জন্য দুর্নীতিবাজ রাজনীতিবীদদের উপর আঘাত করুন। | |
14 | পানেট্টোনেকে আঘাত করলে ১ নাম্বার অর্জন করবেন। আরুডাকে আঘাত করলে ৫ নাম্বার পাবেন। | Arruda menyangkal semua tuduhan dan mengklaim bahwa uang itu telah disumbangkan untuk memberi Panettone untuk masyarakat miskin. |
15 | আমরা ‘ক্লিন আপ ব্রাজিলিয়া মুভমেন্ট' বা ‘ব্রাজিলের দুর্নীতি পরিষ্কার কর' নামক আন্দোলনকে সমর্থন করি। এই গেমের ধারণা পাওয়া গেছে নভেম্বর, ২০০৯ এর, এক ঘটনা থেকে। | Singkat kata, alasan ini hanya memperpanjang jumlah skandal yang menimpa dirinya dan menjadikan dirinya bahan lelucon, bahkan anak-anak kecil pun bercanda dan meminta pemecatan Arruda dari jabatannya. |
16 | সে সময় কেন্দ্রীয় পুলিশ আরুডার বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং সরাসরি ও সক্রিয়ভাবে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আনে। | |
17 | এক সিন্ডিকেট বা অনেকগুলো কোম্পানী মিলে একটি প্রতিষ্ঠানের পক্ষে তিনি ঘুষ নিয়ে কাজ করেছেন বলে অভিযোগ তৈরি হয়। | |
18 | জানা যায়, প্রতি মাসে তাকে যা প্রদান করা হত তার মোট পরিমাণ ৬০০,০০০ ব্রাজিলিয়ান রিয়াল (৩৪০,০০০ ইউএস ডলার প্রায়)। | |
19 | এই পরিমাণ মুদ্রা মেয়র এবং তার সহযোগীদের প্রদান করা হয়। তার এই অন্যায় কাজ ক্যামেরায় ধরা পড়ে যায়। | Sejumlah lagu, animasi dan video klip yang bermunculan di YouTube, semua memakai cuplikan karya publik untuk menceritakan versi plesetan, dibumbui dengan dengan banyak sindiran. |
20 | এরপর ইউটিউবের মাধ্যমে এটি সারা ব্রাজিলে ছড়িয়ে পড়ে। | |
21 | আরুডা সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, এই টাকা গরিবদের পানেট্টোনে কেক কেনার জন্য নেওয়া হয়েছিল। | Kelihatannya rakyat Brasil memakai humor dan Internet untuk memastikan bahwa publik - yang terkenal tidak mahir menghafal peristiwa-peristiwa yang berkenaan dengan politik - tidak akan pernah melupakan kasus ini. |
22 | বলার প্রয়োজন নেই, এই অজুহাত দুর্নীতির সাথে মিশে গছে এবং তা বেশ কিছু কৌতুকের জন্ম দিয়েছে; এমনকি শিশুরাও এখন তাকে খুঁচিয়ে মজা পায় এবং সরকার থেকে তাকে বের করে দিতে বলে। | |
23 | এই ঘটনাকে ঘিরে ইউটিউবে অনেক গান, এনিমেশন এবং ভিডিও দৃশ্যে তৈরি হয়েছে। | |
24 | সবকিছুতেই গল্পটি পুনরায় বলার জন্য আগে থেকে ধারণ করা জনতার কিছু দৃশ্য ব্যবহার করা হয়েছে। | |
25 | এর সাথে অনেক বিদ্রূপ জুড়ে দেওয়া হয়েছে। | http://www.radioretweet.com.br/blog/ |
26 | মনে হচ্ছে ব্রাজিলিয়ানরা হাস্যকৌতুক এবং ইন্টারনেট ব্যবহার করে নিশ্চিত করছে যে জনতা এই ঘটনার স্মৃতি ভুলবে না। | |
27 | রাজনীতির বেলায় ব্রাজিলের জনতার পূর্বের ঘটনা ভুলে যাওয়ার কারণে খুবই বিখ্যাত। | |
28 | এইচটিটিপি://ডাব্লিউডাব্লিউডাব্লিউ. রেডিওরিটুইট. | MC Paulada telah membuat dua lagu-lagu funk (dua-duanya dalam bahasa portugis) untuk merayakan skandal “Kotak Pandora”. |
29 | কম. ব্রা/ব্লগ/ | MC Paulada/You Tube |
30 | এই ধারাবাহিক বেশ কয়েকটি দৃশ্যে (পর্তুগীজ ভাষায়) অভিনেতা এমন এক প্রতিক্রিয়া তৈরি করছে, যা দেখে মনে হয় গভর্নর এবং তার সহযোগীরা টাকা লুকাচ্ছে। | |
31 | তারা জাঙ্গিয়া, মোজা এবং জ্যাকেটের ভেতরে টাকা ভরছে। এই দৃশ্যে অভিনেতার অবশ্য টাকার বদলে পানেট্টোনে কেক ব্যবহার করেছেন। | Penyelidikan “Kotak Pandora” polisi akan dimulai kembali setelah Natal dan rehat Perayaan Malam Tahun Baru, ketika Mahkamah Agung dan Majelis Federal akan membuat sebuah Komisi Penyelidikan Perlementer (CPI - [pt]) untuk menganalisa kasus itu. |
32 | এমসি পোউলাডা দু'টি মজার দ্রুত লয়ের গান তৈরি করেছে (দু'টি গানই পর্তুগীজ ভাষায় তৈরি)। এটি করা হয়েছে, “প্যান্ডেরার বাক্স” নামের কেলেংকারির ঘটনা উদযাপন করার জন্য। | Jika institusi itu tidak memilih metoda penyelidikan yang lebih efektif, prosedur birokrasi yang lambat akan membuat kesempatan untuk sebuah permintaan pertanggung jawaban menjadi sangat kecil, dan Arruda bisa menyelesaikan masa jabatannya sebelum pemilihan berikutnya, yang akan jatuh pada bulan Oktober 2010. |
33 | এমসি পাউলুদা/ইউটিউব | GameMania |
34 | “অরুডা এবং লুকানো টাকার গান”-এ, এমসি পাউলোডা এক আওয়াজ ঢুকিয়ে দিয়েছেন। এই আওয়াজ বলছে: “তোমার টাকাগুলো কোথায়? | “Arruda's Panettone” bukanlah permainan daring (catatan penerjemah: dalam jaringan) pertama yang mempunyai fitur politisi Brasil yang dituduh akan perbuatan buruk. |
35 | এগুলো সব লুকানো রয়েছে তোমার মোজা, কোট, জাঙ্গিয়া এবং ব্যাগে”। | Presiden dari Senat, José Sarney, dituduh melakukan nepotisme pada bulan Juli, telah menjadi target. |
36 | “প্যান্ডেরার বাক্স” বিষয়ক তদন্ত বড়দিন এবং নতুন বছর শুরু হবার পর আবার আরাম হবে, যখন সুপ্রীম কোর্ট বা সর্বোচ্চ আদালত এবং কেন্দ্রীয় মন্ত্রণালয়ের এক সংসদীয় তদন্ত কমিশন (সিপিআই) এই ঘটনার বিশ্লেষণ করবে। | |
37 | যদি এই প্রতিষ্ঠান, এর চেয়ে কার্যকারী কোন তদন্ত পদ্ধতি বের করতে না পারে, তা হলে ধীর গতির এক আমলাতান্ত্রিক পদ্ধতি এক অভিসংশনের মত ভীতিজনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে এবং পরবর্তী নির্বাচনের আগে তার পদ থেকে তাকে অপসারিত হতে পারে। | |
38 | পরবর্তী নির্বাচন অক্টোবর, ২০১০-এ অনুষ্ঠিত হবে। গেমাসক্তি | Tujuan dari game berikut ini adalah untuk menembak kepala Sarney dengan bola meriam ketika dia dikelilingi oleh legislator lainnya. |
39 | “আরুডার পানেট্টোনে” গেম, ব্রাজিলিয়ান রাজনীতিবিদদের নানাবিধ অসৎ কাজের ফিরিস্তি নিয়ে অনলাইনে ছাড়া প্রথম গেম নয়। | |
40 | ব্রাজিল সিনেট বা সংসদের সভাপতি জোসে সারনেই। | Ini sangat menyenagkan, kamu bisa berjuang ke atas melewati level-level berbeda. |
41 | গত বছরের জুলাই মাসে তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগে ওঠে। | |
42 | তিনিও অনলাইনে এই রকম মজার গেমের শিকার হন। | Permainan dibuat oleh situs web Parece Piada. |
43 | তাকে নিয়ে এক গেম নির্মাণ করা হয়। | Klik dibawah ini untuk memainkannya: |
44 | এই গেমে তার মাথা লক্ষ্য করে কামানের গোলা ছোড়া হয়। সে খেলায় তিনি তার সহকর্মী সংসদদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছেন। | Tradisi ini dimulai pada sekitar 1990-an, ketika mantan Presiden Brasil Fernando Collor de Mello, yang di impeach [diminta pertanggung jawabannya,pt] di 1992, adalah targetnya. |
45 | এই গেমেও প্রচুর মজা রয়েছে। ওয়েবসাইট পারেসি পাইডা এই গেম তৈরি করেছে। | Menurut Futepoca [pt], Collor adalah permainan pertama dari jenis ini: |
46 | এই গেমটি খেলার জন্য নিচে ক্লিক করুন: সারনেইকে নীচে ফেলে দিন! | Skandal korupsi pertama yang bisa dinikmati dalam permainan dan layar komputer berfitur mantan Presiden Fernando Collor de Mello. |
47 | এখন আপনার পালা কংগ্রেসকে সাজিয়ে নেওয়ার! গেম নির্মাণের এই ঐতিহ্য শুরু হয় ১৯৯০ এর দশকে। | Gol dari permainan, yang dinamai “Ungu” ini adalah untuk mementung sosok politikus yang memakai selempang kepresidenan. |
48 | ১৯৯২ সালে ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি ফার্নান্ডো কলোর ডে মেলোকে অভিসংশন করা হয়। | Jika berhasil, maka alat kelamin Collor akan berubah menjadi warna ungu, kemudian akan muncul balon bertuliskan huruf “U!”. |
49 | তিনি ছিলেন এ ধরনের মজার প্রথম শিকার। | |
50 | ফুটেপোকার হিসেব মতে [পর্তুগীজ ভাষায়] কোলোর'কে নিয়ে তৈরি করা গেম হচ্ছে এ ধরনের প্রথম ভিডিও গেম: | |
51 | প্রথম দুর্নীতির কেলেঙ্কারি নিয়ে যে কম্পিউটার গেম পর্দায় দেখা দেয় সেটি ছিল প্রাক্তন রাষ্ট্রপতি ফার্নান্ডো কোলোর ডে মেলোকে নিয়ে। | |
52 | এই গেমে যা অর্জন করতে হত, তার নাম ছিল পার্পেল বা রক্তবর্ণ। | Permainan ini merujuk pada pernyataan yang dibuat sang politikus pada masa kampanye. |
53 | গেমটিতে রাষ্ট্রপতির পরিকর (আলখাল্লার বা কোটের উপরে পরা কাঁধ পর্যন্ত বিশেষ পোশাক) পরিহিত এক হাস্যকর চেহারার রাজনীতিবীদকে হাতুড়ি দিয়ে আঘাত করতে হত। | |
54 | যদি সফল ভাবে আঘাত করা হত, তা হলে কোলোরের গোপনাঙ্গ রক্তবর্ণ ধারন করত । | |
55 | একই সাথে একটা বেলুনের মত উপাদানের ভেতরে এক আওয়াজ বের হত, এটি ছিল উ! … নামক শব্দ। | Dia berbesar hati memperolok dirinya sendiri dengan menyatakan bahwa “alat kelaminnya berwarna ungu” (metafora lelaki sejati). |
56 | এই গেমে পরোক্ষভাবে এক মন্তব্যের কথা উল্লেখ করা হয়, যা নির্বাচনী প্রচারণার সময় হাস্যরসের শিকার ব্যক্তিটি নিজেই করেছিলেন। | |
57 | তিনি বলেছিলেন “তার [উক্ত গোপনাঙ্গ] রক্তবর্ণের” [এর মানে তিনি বীর, সাহসী, ভয়হীন এবং “সত্যিকারের” পুরুষ] | |
58 | এইচটিটিপি://ডেসিক্লো. | http://desciclo.pedia.ws/wiki |
59 | পিডিয়া. ওয়াস/উইকি | Diposkan oleh Thiana Biondo |