# | ben | ind |
---|
1 | পরিবেশ বান্ধব চারা রোপণের টব নির্মাণে নারকেলের ছোবড়াকে নতুন করে কাজে লাগানো | Pekebun Mendaur Ulang Limbah Kelapa Menjadi Pot Tanaman Ramah Lingkungan |
2 | নারকেলের ছোবড়া এবং তার কোমল আঁশ দিয়ে বানানো চারা রোপণের টব একাধারে পরিবেশ বান্ধব ও দামে সস্তা। | Vas tanaman murah dan ramah lingkungan yang dibuat dari serat dan empulur sabut kelapa. |
3 | ছবি শুভাশিস পানিগ্রাহীর, সিসি-বাই-এসএ ৪. ০-এর অধীনে ব্যবহার করা হয়েছে। | Foto oleh Subhashish Panigrahi menggunakan lisensi CC-by-SA 4.0. |
4 | উপরের ছবিতে যে ছোবড়া দিয়ে বানানো টব দেখা যাচ্ছে সেটি ছোবড়ার আঁশ বা নারকেলের ছোবড়া দিয়ে বানানো হয়েছে, যা নারকেল ছিলে ফেলার পর অবশিষ্ট হিসেবে রয়ে যায়। | Pot dari sabut dalam gambar diatas terbuat dari sabut empulur atau sabut kelapa, bersumber sebagai produk sampingan dari produksi kelapa. |
5 | ছোবড়া হচ্ছে নারকেলে মাঝে থাকা এক প্রাকৃতিক আঁশ, যেগুলোকে ভেতরে শক্ত কাঠামো থেকে আলাদা করে ফেলে হয় যা এটি নারকেলের বাইরে আবরণের অংশ। এগুলো দিয়ে মেঝেতে বিছানোর পাপোশ, দরজায় ঝোলানোর পাপোশ, ব্রাশ, তোষক, পাকানো দড়ি এবং হাতে বোনা গালিচা বানানো যায়। | Sabut adalah serat alami yang diekstrak dari cangkang bagian dalam dan lapisan luar kelapa yang keras, biasa digunakan dalam produksi barang-barang contohnya tikar, keset kaki, sapu, matras, tali tambang, dan karpet tenun |
6 | নারকেলের যে বাইরের আবরণ এবং তার অবশিষ্ট অংশের এক তৃতীয়াংশ হচ্ছে এই ছোবড়ার আঁশ, যাকে ছোবড়ার শাস বা গুঁড়া হিসেবে অভিহিত করা হয়, যা পরিবেশে সহজে বিনষ্ট হয়ে যায় বা পচনশীল। | |
7 | ছোবড়ার গুঁড়াকে এক সময় বর্জ্য বা কাজে লাগানো যায় না এমন এক উপাদান হিসেবে দেখা হত, কিন্তু এখন এটিকে মাটির গুণ ফিরিয়ে আনার কাজে লাগানো হচ্ছে। | Serat sabut kelapa memerlukan sekitar sepertiga dari ampas kelapa dan sisanya, yang disebut empulur atau debu, dapat terurai secara alamiah. |
8 | এখন মাটির উপরে রোপণ সহায়ক স্তর তৈরী এবং মাটি ছাড়াই প্রাকৃতিক খনিজের পুষ্টির মাধ্যমে চাষের এক উপাদান হিসেবে ছোবড়ার গুঁড়ার ব্যবহার ক্রমশ বাড়ছে, যার এক উদাহরণ হচ্ছে এগুলো উক্ত ছোবড়ার পাত্রের ভেতরে ব্যবহার করা। | Sabut empulur dulu diperlakukan sebagai material limbah, tapi sekarang semakin banyak digunakan sebagai bahan perawatan tanah, mulsa dan media pertumbuhan hidroponik, misalnya digunakan didalam pot sabut kelapa. |
9 | যদি জৈবিক কোন জীবাণু ব্যবহার করে ছোবড়ার আঁশটাকে কৃত্রিমভাবে পচানো হয়, তাহলে ৩০ দিনের মধ্যে তা শতভাগ জৈবিক সারে পরিণত হবে, যা উক্ত গাছটিকে বেড়ে উঠতে সহায়তা করবে। | Jika sabut empulur secara alami membusuk menggunakan agen biologis, maka dalam waktu 30 hari benda tersebut akan terkonversi menjadi pupuk yang 100% organik dan menguntungkan bagi tanaman. |
10 | ছোবড়ার দিয়ে বানানো টব ব্যবহার করার মাধ্যমে এটিতে জন্মানো চারাগাছ টব সহ সরাসরি বাগানে বপন করা সম্ভব আর এর মাধ্যমে এক হিসেবে ১০০ মিলিয়ন প্লাস্টিকের টব বাঁচানো সম্ভব, যার শেষ পরিণতি হচ্ছে আবর্জনার স্তূপে। | Secara estimasi, penggunaan pot dari sabut kelapa yang dapat ditanam langsung di pekarangan dapat mencegah 100 juta pot plastik dari berakhir di tempat sampah. |
11 | ক্রান্তীয় অঞ্চলে প্রচুর নারকেল গাছ (Cocus nucifera) জন্মে, তবে ভারত, থাইল্যান্ড, শ্রীলংকা এবং ফিলিপাইনে মূলত এর বাণিজ্যিক ভাবে চাষ হয়ে থাকে। | Pohon kelapa (Cocus nucifera) tumbuh di banyak negara tropis namun saat ini banyak diekspoitasi secara komersil terutama di India, Thailand, Sri Lanka, dan Filipina. |
12 | প্রাচীনকাল থেকে নারকেলে ছোবড়া রশি এবং জাহাজের পাল টানানোর দড়ি বানানোর কাজে ব্যবহার হত এবং ভারত ও আরব দেশগুলোতে এখনো যা দেখা যায়। | Tambang dan laberang yang terbuat dari serat kelapa telah digunakan sejak zaman kuno dan ditemukan dalam sejarah India dan Arab. |
13 | এই ইউটিউব ভিডিও প্রদর্শন করছে কি ভাবে নারকেল ছিলে তা থেকে এর ছোবড়া আলাদা করা হচ্ছে: | Video YouTube dibawah ini menunjukan bagaimana sabut dibuat dari kulit kelapa: |
14 | ভারত বিশ্বের ৬০ শতাংশ নারকেলের ছোবড়ার থেকে তৈরী আঁশের সরবরাহকারী। | India memproduksi 60% dari total permintaan serat sabut dunia. |
15 | বিশ্ব জুড়ে প্রতি বছর যে নারকেলের ছোবড়া প্রস্তুত হয়, তার ৯০ শতাংশ উৎপন্ন হয় ভারত ও শ্রীলঙ্কায়। | Hasil produksi sabut India dan Sri Lanka mencakup 90% produksi dunia. |
16 | ২০১১১-১২ সালে ছোবড়ার আঁশ রপ্তানি করে ভারত ২২০ কোটি রূপি (প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার) সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করেছে এবং উপসাগরীয় দেশগুলোয় এর চাহিদার কারণে দেশটি এর রপ্তানি পাঁচগুণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। | India memperoleh devisa sebesar Rs 2,200 juta (sekitar AS $37 juta) dengan mengekspor sabut empulur sepanjang tahun 2011-12 dan memiliki target untuk meningkatkan ekspor sebesar 5 kali lipat, terutama karena permintaan dari negara-negara teluk. |
17 | ছোবড়ার আঁশ-এর ব্যবহারের ক্ষেত্রে এক আবিষ্কার হচ্ছে ছোবড়ার টব,সবুজ উদ্যানের শুরু করতে চায় এমন যে কেউ যে সম্পদের প্রতি আগ্রহী হবে। | Salah satu penemuan menggunakan sabut empulur adalah pot sabut, sebuah aset bagi siapapun yang ingin memulai perkebunan hijau. |
18 | বীজের অঙ্কুরোদগম পেয়ালা অথবা নারকেলের টবঃ নারকেলের ছোবড়া থেকে ছোবড়ার টব বানানো হয়েছে যার প্রাকৃতিক রাবার যোগ করা হয় অথবা হয় না | Mangkuk perkecambahan bibit atau COCO POT: Pot dari sabut terbuat dari serat sabut yang dicampur atau tidak dicampur dengan karet alami…. |
19 | এই ছোবড়ার টবে গাছ লাগানোর পর, এর শেকড় ছোবড়ার ভেতরে প্রবেশ করতে পারে, কাজে এই টব এবং গাছের চারা দুটোকেই একই সাথে মাটিতে পুতে ফেলা সম্ভব- প্লাস্টিকের টব এবং এই কাজে যে ঘাম ঝরানো হয়েছে তা নষ্ট হবে না। | Setelah menanam pohon didalam pot, akarnya tumbuh melalui sabut, maka seluruh pot dan tanamannya dapat ditaruh di tanah - tidak ada pot plastik dan tenaga yang terbuang. |
20 | গ্লোবাল ভয়েসেস-এর লেখক শুভাশিস পানিগ্রাহী ফেসবুকে লিখেছে: | Penulis GV Subhashish Panigrahi menulis di Facebook: |
21 | ছোবড়া দিয়ে বানানো চারাগাছের টব এক নতুন রপ্তানিযোগ্য পণ্য। | Vas tanaman terbuat dari sabut adalah material ekspor terbaru. |
22 | বিস্ময়কর ভাবে বেশ সস্তা এই পরিবেশ বান্ধব উপাদান ভারতে তেমন একটা বাজার পায়নি। | Secara mengejutkan pot dengan harga yang relatif murah dan ramah lingkungan belum mendapatkan pasar di India. |
23 | ছোবড়ার আঁশ এই সমস্ত টবে সার হিসেবে ব্যবহার করা হয়। | Sabut empulur berguna sebagai pupuk didalam vas. |
24 | দুই বছর বা এরকম সময়ে, যখন চারার শিকড় টবের ভেতর প্রবেশ করতে শুরু করে, তখন এটিকে সরাসরি নিয়ে মাটিতে পুতে দিলেই কাজ সমাপ্ত। | Setelah dua tahun atau lebih, ketika akar-akarnya mulai menembus vas tersebut, tanaman tersebut dapat langsung diambil dan ditanam. |
25 | কি দারুণ পরিচ্ছন্ন এক চিন্তা! | Benar-benar ide yang hebat! |
26 | ছোবড়া দিয়ে বানানো টবের সুবিধা হচ্ছে পেট্রোলিয়াম ভিত্তিক নার্সারির টব, ফ্লাট বা চারা রাখার স্থান ও পাত্রের বদলে এগুলোকে ব্যবহার করা যায়। | Keuntungan dari pot sabut adalah mereka dapat menggantikan pot pembibitan plastik dan nampan yang terbuat dengan basis bahan bakar minyak. |
27 | যদিও সেগুলো হালকা, টেকসই এবং সেগুলোকে রিসাইকেল করা যায়, তবে সাধারণত এগুলো আবর্জনা উড়ে গিয়ে পরিবেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। | Walaupun material-material tersebut ringan, tahan lama dan dapat didaur ulang, barang-barang tersebut seringkali dibuang dan berdampak kepada lingkungan. |
28 | তবে এখন অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। | Namun, hal-hal kini mulai berubah. |
29 | পরিবেশের জন্য উপযোগী এমন উপাদান যেমন ছোবড়ার টবে চারাগাছ রোপণ ক্রমশ সহজলভ্য হয়ে উঠছে বিশেষ করে যখন প্লাস্টিক এবং রাবারের পরিবেশের উপর তৈরী করা প্রভাব নিয়ে উদ্যান রচয়িতাদের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। | Tanaman yang terdapat dalam wadah yang dapat terdaur ulang secara alami seperti pot sabut kini lambat laun semakin tersedia seiring dengan para pekebun yang semakin sadar akan konsekuensi plastik dan karet terhadap lingkungan. |
30 | শুভাশিস পানিগ্রাহী এই প্রবন্ধ লেখায় সহায়তা করেছে। | Subhashish Panigrahi berkontribusi kedalam artikel ini. |