# | ben | ind |
---|
1 | সৌদি আরবে পাঁচ ইয়েমেনি নাগরিকের শিরচ্ছেদ, রাস্তায় ঝুলছে তাদের মৃতদেহ | Arab Saudi Mengeksekusi Lima Pria Yaman, Jenazah Dipamerkan di Ruang Publik |
2 | সৌদি আরবে হত্যা এবং ডাকাতির অভিযোগে পাঁচ ইয়েমেনি নাগরিকের শিরচ্ছেদ করা হয়েছে। শিরচ্ছেদের পর তাদের মৃতদেহ জনসম্মুখে ঝুলিয়ে রাখা হয়। | Lima warga Yaman terdakwa kasus pembunuhan dan perampokan dihukum mati di Saudi Arabia dan jenazah mereka dipamerkan di muka umum di Barat Laut kota Jizan. |
3 | দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিযানে এ ঘটনাটি ঘটে। জনশ্রুতি রয়েছে, শিরশ্ছেদ হওয়া এই মানুষগুলো একটি ডাকাত দলের সদস্য। | Pemancungan para lelaki, yang menurut berita merupakan anggota sebuah geng, membawa jumlah eksekusi Arab Saudi tahun ini menjadi 47 orang. |
4 | এই নিয়ে এ বছরে সৌদি আরবে শিরচ্ছেদ করা লোকের সংখ্যা ৪৭-এ দাঁড়ালো। | |
5 | মুসলিম শরিয়া আইন অনুযায়ী সৌদি আরবে হত্যা, ডাকাতি, মাদক পাচার, ধর্ষণ এবং ধর্ম ত্যাগ সর্বোচ্চ অপরাধ হিসেবে বিবেচিত হয়। | |
6 | অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভাষ্য অনুযায়ী, ইয়েমেনেও মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। | Pembunuhan, perampokan bersenjata, penyeludupan narkoba, pemerkosaan, dan pemurtadan merupakan pelanggaran-pelanggaran terberat di bawah hukum Syariah kerajaan Islam tersebut. |
7 | কয়েকজনের মৃত্যুদণ্ড দেয়ার মধ্যে দিয়ে তারা মৃত্যুদণ্ড দানকারী দেশের তালিকায় ষষ্ঠ অবস্থানে আছে। | Yaman juga mengakui hukuman mati dan berada di posisi enam di dunia dalam hal eksekusi mati, menurut Amnesty International. |
8 | সৌদি আরবের অবস্থান চতুর্থ। চীন, ইরান এবং ইরাকের পরেই তাদের স্থান। | Sedangkan Arab Saudi berada di posisi keempat setelah Cina, Iran, dan Irak. |
9 | মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে পঞ্চম অবস্থানে। | Amerika Serikat berada di ranking kelima. |
10 | ২০১৩ সালের ২১ মে পাঁচজনের মৃতদেহ ক্রেনের সাহায্যে খোলা আকাশে ঝুলিয়ে রাখার ছবি ফেসবুকে, টুইটারে ছড়িয়ে পড়লে সবাই এতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদের মধ্যে অনেক ইয়েমেনিও রয়েছেন। | Foto-foto dari lima jenazah yang tergantung di tambang yang tertambat di dua buah truk crane beredar di Twitter dan Facebook tanggal 21 Mei 2013, menimbulkan kemarahan di hati para pengguna, termasuk warga Yaman yang merasa terusik dan murka akibat eksekusi yang menimpa teman-teman sebangsa mereka. |
11 | নিজ দেশের মানুষের শিরচ্ছেদ হওয়া ছবি এভাবে ঝুলিয়ে রাখায় তারা যেমন পীড়িত হয়েছেন, তেমনি ক্ষুব্ধও হয়েছেন। | |
12 | পাঁচ ইয়েমেনি নাগরিককে শিরচ্ছেদ করা হয়েছে। সৌদি আরবের রাস্তায় তাদের মৃতদেহ ঝুলছে। | Lima pria Yaman dieksekusi dan secara pamerkan di muka umum di jalan-jalan Arab Saudi. |
13 | ছবি @Bintbattuta87 থেকে নেয়া | Foto via @Bintbattuta87 |
14 | এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সৌদি অধ্যাপক এবং সম্পাদক বায়ান (@BintBattuta87)। | Di Twitter, seorang dosen dan editor Arab Saudi, Bayan (@BintBattuta87) menulis kecemasannya: |
15 | তিনি তার হতাশার কথা টুইটারে লিখেছেন: @BintBattuta87: ছবি: আজকে যে পাঁচজনের শিরচ্ছেদ করা হয়েছে, তাদের ছবি। | @BintBattuta87: Mengerikan: Foto 5 pria yang dihukum mati hari ini, jenazah mereka menggantung di jalan-jalan #Saudi. |
16 | তাদের মৃতদেহ এখন সৌদি'র রাস্তায় ঝুলছে। | Fuck this country, wallah. pic.twitter.com/LwztwvfpAB |
17 | মাদারচোদ একটা দেশ, হায় আল্লাহ! pic.twitter.com/LwztwvfpAB | |
18 | তিনি আরো লিখেন: | Dia menambahkan: |
19 | @BintBattuta87: ছবি: #KSA: লোকজনের মৃতদেহগুলোর চারপাশে দাঁড়িয়ে দেখছে। | @BintBattuta87: Mengerikan: #KSA: Warga duduk-duduk memandang jenazah para terhukum. |
20 | কেউ এ ঘটনার নিন্দা করছে না। | Tak seorangpun mengutuk peristiwa ini?! |
21 | এটাই আমাকে কুঁড়ে কুঁড়ে মারছে: pic.twitter.com/za72LMdNDQ | Inilah yang membunuhku: pic.twitter.com/za72LMdNDQ |
22 | ইয়েমেনের একজন আইনজীবী হাইকাল বাফানা (@Bafana3) রাস্তায় ঝুলিয়ে রাখা মৃতদেহের ছবি টুইট করে মন্তব্য করেন: | Haykal Bafana (@Bafana3), seorang pengacara Yaman yang tinggal di Yaman, menyiulkan foto peristiwa itu dan berkomentar: |
23 | @Bafana3: সৌদি আরব ডাকাতদের কীভাবে শিরচ্ছেদ করে এটা হলো তার ছবি। | @Bafana3: Beginilah cara Arab Saudi menghukum mati perampok bersenjata. |
24 | গতকাল #ইয়েমেনের পাঁচ নাগরিকের শিরচ্ছেদ করা হয়েছে। | 5 pria #Yaman dieksekusi kemarin. |
25 | T#KSA https://www.facebook.com/haykal.bafana/posts/469019226511426 … pic.twitter.com/0NcWDxYBHc | #KSA https://www.facebook.com/haykal.bafana/posts/469019226511426 … pic.twitter.com/0NcWDxYBHc |
26 | সৌদি আরব শিরচ্ছেদ করা পাঁচ ব্যক্তিকে পাশাপশি ঝুলিয়ে রেখেছে। | Foto close up lima jenazah pria yang dieksekusi di Arab Saudi. |
27 | ছবি @Bafana3 থেকে নেয়া. | Foto via @Bafana3. |
28 | যুক্তরাজ্য ভিত্তিক ইয়েমেনি সাংবাদিক সানা২ আল-ইয়েমেন (@Sanasiino)কয়েকটি বিষয় তুলে ধরেছেন: | Sana2 Al-Yemen (@Sanasiino), seorang jurnalis Yaman yang tinggal di Inggris Raya, menunjukkan: |
29 | @Sanasiino: সৌদি আরব জিযানে পাঁচ ইয়েমেনি নাগরিকের শিরচ্ছেদ করেছে। তারপর তাদের ঝুলিয়ে রেখে সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে। | @Sanasiino: Saudi menghukum mati 5 warga Yaman di Jizan & memamerkan jenazah mereka untuk dilihat oleh dunia. |
30 | এরা আমাদের পুণ্যভূমির মানুষের শাসক। Spic.twitter.com/JP6QpnzXsE | Inilah orang-orang yang menguasai Tanah Suci kita pic.twitter.com/JP6QpnzXsE |
31 | সাংবাদিক এবং গার্ডিয়ান পত্রিকার মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক সম্পাদক ব্রিয়ান হুইটেকার (@Brian_Whit) তার সাম্প্রতিক পোস্টের লিংক টুইট করেছেন: | Jurnalis dan mantan editor Timteng surat kabar The Guardian, Brian Whitaker (@Brian_Whit), menyiulkan sebuah tautan dalam pos terbarunya: |
32 | @Brian_Whit: সৌদি আরবে শিরচ্ছেদের সংখ্যা বাড়লো। | @Brian_Whit: Arab Saudi meningkatkan hukuman mati mereka. |
33 | মুণ্ডুহীন দেহ রাস্তায় প্রদর্শিত হলো। http://bit.ly/YYULRz (http://al-bab.com) | Jenazah-jenazah tak berkepala dipamaerkan http://bit.ly/YYULRz (http://al-bab.com) |
34 | এই ঘটনার মধ্যে দিয়ে সারাবিশ্বে সৌদি আরবের ইমেজ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে বিষয়ে তিনি তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন: | |
35 | সবার সামনে মৃত্যুদণ্ড দেয়ার একটা পরিষ্কার উদ্দেশ্য হলো, আর সবাইকে অপরাধ করতে নিরুত্সাহিত করা। | Dalam posnya, dia mengamati bagaimana jejaring mempengaruhi persepsi atas Saudi Arabia di seluruh dunia: |
36 | কিন্তু বর্তমানে ইন্টারনেটের কল্যাণে শুধু সৌদি জনগণই নয়, সারাবিশ্বের মানুষজন দেখছে। | Ide dibelakang eksekusi umum dimaksudkan untuk memunculkan efek takut bagi yang lain, meskipun tidak jelas bahwa itulah tujuan akhir mereka. |
37 | আর এর মধ্যে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সৌদি রাজাদের বর্বরতা নিয়ে নেতিবাচক ইমেজ তৈরি হচ্ছে। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি মন্তব্য এতে যোগ করেছেন: . | Namun belakangan ini, berkat Internet, bukan cuma warga Saudi saja yang dapat melihat hal ini, kejadian ini memperkeras persepsi internasional bahwa kerajaan terebut barbar. |
38 | অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে: | Menguti Amnesty International, dia menambahkan: . Amnesty International mengatakan: |
39 | “সৌদি আরব কর্তৃপক্ষ নিয়মিতভাবে আন্তর্জাতিকমানের ন্যায়বিচার এবং বিবাদীদের সুরক্ষার বিষয়টি অবজ্ঞা করে। তাছাড়া তারা আসামীদের আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করার বিষয়টিও অস্বীকার করে। | “Pihak bewajib di Saudi Arabia secara rutin melanggar standar-standar internasional mengenai sidang yang adil dan perlindungan pelaku, yang seringkali ditolak untuk direpresentasikan pengacara dan tidak diberi tahu mengenai perkembangan proses hukum atas mereka. |
40 | মামলার কী অবস্থা এবং আইনী প্রক্রিয়ার অগ্রগতি কতটুকু হলো সে ব্যাপারেও কোনো তথ্য দেয় না।” | “Mereka dapat didakwa semata-mata atas dasar ‘pengakuan' yang diperoleh setelah terdakwa disiksa dan diperlakukan buruk.” |
41 | “শুধু নির্যাতন বা নানা ধরনের অত্যাচারের মাধ্যমে ‘স্বীকারোক্তি' আদায় করে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়।” | Narablog Yaman Afrah Nasser (@Afrahnasser), yang tinggal di Swedia, menantang Yaman untuk berbicara lantang mengenai hukuman mati warga negaranya: |
42 | সুইডেনে বসবাসকারী ইয়েমেনি ব্লগার আফ্রেহ নাসের (@Afrahnasser) এই শিরচ্ছেদের বিরুদ্ধে ইয়েমেনবাসীদের চ্যালেঞ্জ করার আহবান জানিয়েছেন: | @Afrahnasser: Saya menantang Mr. Hadi atau siapapun dari Kemenlu #Yaman untuk meluncurkan pernyataan yang mengutuk eksekusi #Saudi terhadap 5 orang Yaman! http://afrahnasser.blogspot.com/2013/05/saudi-excutes-five-yemeni-men.html? |
43 | @Afrahnasser: জনাব হাদী অথবা #ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেকোনো একজনকে আমি সাহস করে সৌদি আরব কর্তৃক পাঁচ ইয়েমেনি নাগরিকের শিরচ্ছেদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ইস্যু করার আহবান জানাই! http://afrahnasser.blogspot.com/2013/05/saudi-excutes-five-yemeni-men.html? | |