Sentence alignment for gv-ben-20120623-27736.xml (html) - gv-ind-20120622-4435.xml (html)

#benind
1মিশর: যৌন হয়রানি বন্ধের মিছিলে হামলাMesir: Gerakan Untuk Mengakhiri Pelecehan Seksual Diserang
2আজ (৮ই জুন, ২০১২) তাহরির স্কোয়ারে যৌন হয়রানি বন্ধের দাবিতে মহিলাদের একটি মিছিলে ক্রুদ্ধ পুরুষদের একটি দল আক্রমণ করলে তা কুৎসিত একটি ব্যাপারে পরিণত হয়।Gerakan yang menuntut pemusnahan aksi pelecehan seksual berakhir ricuh ketika para perempuan yang turut serta diserang oleh segerombolan pria marah di Tahrir Square hari ini (8 Juni 2012). Saksi mata berbagi pengalaman mereka di Twitter.
3প্রত্যক্ষ্যদর্শীরা টুইটারে তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন।Wartawan yang hadir dari Associated Press, Sarah El Deeb, menjelaskan apa yang terjadi dalam tweets berikut:
4অকুস্থলে উপস্থিত আসোসিয়েটেড প্রেসের সাংবাদিক সারাহ এল দীব নিচের টুইটগুলোতে যা ঘটেছে তা বর্ণনা করেছেন:@seldeeb: The assault on the march of #EndSH was by many men- this was targeted to break it up and offend and assault participants.
5@এসএলদীব: #যৌনহয়রানিবন্ধ মিছিলের উপর অনেকগুলো লোকের হামলা - যার উদ্দেশ্য ছিল একে ছত্রভঙ্গ করে দিয়ে অংশগ্রহণকারীদের অপমান এবং হামলা করা।@seldeeb: Serangan terhadap gerakan #EndSH diperbuat oleh banyak laki-laki - ini ditujukan untuk membubarkan gerakan tersebut dan menyinggung serta menyerang para peserta.
6@এসএলদীব: মার্চ #যৌনহয়রানিবন্ধ মিছিলের পুরুষরা আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করেছে কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় কিছু মহিলা কোণঠাসা হয়ে হয়ে পড়েন@seldeeb: The men in the march #EndSH fended off against attackers but the number was huge and some women were cornered @seldeeb: Para pria di gerakan #EndSH membela dari pari penyerang namun jumlah penyerang sangat besar dan beberapa perempuan terpojok.
7@এসএলদীব: পুরুষদের দলটি এলাকার লোকদের ভয় ধরিয়ে দেয় আর কেউ কেউ তাদের দোকান বন্ধ করে দেয় #যৌনহয়রানিবন্ধ (মিছিলটিকে) ভয়ংকর মনে হওয়ায়।@seldeeb: The people in the area were freaked out by mob &some shut their shops because of how violent this looked #EndSh.finally 1shop gave shelter
8@seldeeb: Orang-orang di daerah itu panik oleh karena massa dan beberapa menutup toko mereka karena betapa kasar tampaknya serangan ini.
9শেষ পর্যন্ত ১টি দোকান আশ্রয় দিয়েছে#EndSh Akhirnya 1 toko memberi tempat perlindungan.
10@এসএলদীব: কিছু কিছু প্রত্যক্ষদর্শী বলেছেন #যৌনহয়রানিবন্ধ মিছিলে হামলা শুরুর আগে থেকেই আশেপাশের লোকগুলো মেয়েদের উত্যক্ত করছিলো@seldeeb: Some witnesses say ppl surrounding the march were already heckling the girls b4 the attack began #EndSH @seldeeb: Beberapa saksi mengatakan beberapa orang-orang disekitar gerakan tersebut sudah mengejek para demonstran perempuan sebelum serangan itu mulai #EndSH
11“আপনার হাত বিরত থাকুক।Semoga tangan anda terputus.
12যৌন হয়রানিকে না”- লেখা একটি প্ল্যাকার্ড।Katakan Tidak! terhadap pelecehan seksual, tertulis di tanda yang di angkat tinggi di protes.
13টুইটারে সারাহ এল দীব ছবিটি ভাগাভাগি করেছেনFoto yang di bagi di Twitter oleh Sarah El Deeb
14বিক্ষোভের মাসগুলো জুড়েই যৌন হয়রানির অভিযোগগুলো অব্যাহতভাবে চুইয়ে চুইয়ে এসেছে।Laporan pelecehan seksual terus berlanjut sepanjang bulan-bulan protes.
15আমিরা হাওয়েইদি এর পটভূমি প্রদান করেছেন:Amira Howeidy menyediakan konteks:
16@আমিরাহাওয়েইদি: মহিলা বিক্ষোভকারীদের যৌন হয়রানি ২০০৫ সাল থেকে মুবারকের জাতীয় গণতান্ত্রিক দল আবিষ্কৃত একটি প্রতিষ্ঠিত প্রথা@amirahoweidy: sexually harassing female protestors is an established practice invented by Mubarak's National Democratic Party & dates back to 2005
17@তুর্ক৪(ফর)সিরিয়া মহিলাদের হয়রানি করে কেউ কখনো গ্রেফতার হয়েছে কিনা জিজ্ঞেস করলে মোহাম্মেদ ইয়াহিয়া জবাব দেন:@amirahoweidy: melecehan para demonstan perempuan secara seksual merupakan praktik lama yang ditemukan oleh Partai Nasional Demokratik Mubarak dan berawal pada tahun 2005
18@মোহাম্মেদওয়াই: @তুর্ক৪(ফর)সিরিয়া কখনো কেউ না।Turk4Syria bertanya apakah ada yang pernah ditangkap karena melecehkan perempuan dan Mohamed Yahia merespon:
19এটা এতটাই নিয়মমা্ফিক যে অনেকেই সন্দেহ করেন ক্ষমতাসীনরা মহিলা বিক্ষোভকারীদের দমন করার জন্যে এর পৃষ্ঠপোষণ করেন।@MohammedY: @Turk4Syria nobody ever does. It is so systematic many suspect it's endorsed by those in power to intimidate female protesters #EndSH
20#যৌনহয়রানিবন্ধ@MohammedY: @Turk4Syria tidak pernah.
21Hal ini sangat sistematis sehingga banyak yang menyangka ini didukung oleh mereka yang berkuasa untuk mengintimidasi para demonstran perempuan # EndSH
22শিরিনথাবেত সুপারিশ [আরবী ভাষায়] করেছেন::Sherine Thabet menunjukan [ar]:
23একটি কথা আমি সব জায়গায় সবার কাছে বারবার বলি সেটা হলো: হয়রানিকারীরা কারো কথা শুনবে না।@sherinethabet: Kalimat yang saya ulangi di mana-mana dengan semua orang adalah ini: pelaku tidak akan mendengarkan siapapun.
24হয়রানিকারীদের শিক্ষিত করা সম্ভব নয়।Para pelaku tidak bisa dididik.
25হয়রানিকারীদের নিশ্চিহ্ন করা প্রয়োজন এবং সেটা করার একমাত্র উপায় হলো সমাজিকভাবে তাদের প্রত্যাখ্যান করা।Para pelaku perlu menghilang dan satu-satunya cara untuk melakukannya adalah ketika masyarakat menolak mereka.
26এটাই দরকার।Itu saja.
27এবং দীনা _আদেল উপসংহার টেনছেন এভাবে:And Deena Adel mengakhiri:
28@দীনা _আদেল: অনুগ্রহ করে আমরা কী যৌন হয়রানি নিয়ে পুণরুজ্জীবিত এই ক্রোধকে কাজে লাগিয়ে এর বিরুদ্ধে যুদ্ধের জন্যে শক্ত (বোধগম্য) একটি পদক্ষেপ নিতে পারি?@deena_adel: Can we please please make use of this renewed surge of anger over sexual harassment & take concrete steps to fight it? #EndSH
29@deena_adel: Bisakah tolong kita menggunakan peningkatan kemarahan baru atas pelecehan seksual ini dan mengambil langkah konkrit untuk melawannya?
30#যৌনহয়রানিবন্ধ# EndSH
31আরো প্রতিক্রিয়া পাওয়া যাবে টুইটারে #যৌনহয়রানিবন্ধ হ্যাশট্যাগে।Reaksi lebih lanjut tersedia di bawah hash tag #EndSH on Twitter.