# | ben | ind |
---|
1 | মায়ানমারঃ ইন্টারএ্যাকটিভ কারা মানচিত্র | Myanmar: Peta Penjara Interaktif |
2 | মায়ানমারের একটি ইন্টারএ্যাকটিভ কারা মানচিত্র তৈরি করা হয়েছে ‘ বার্মার ভিডিও সাংবাদিকদের মুক্ত কর নামক প্রচারণায় সাহায্য করার জন্য। | Sebuah peta penjara interaktif Myanmar dibuat dalam rangka mendukung kampanye Jurnalis Video ‘Free Burma'. |
3 | এই মানচিত্র মায়ানমারের ৪৩টি কারাগারের অবস্থান চিহ্নিত করে এবং এদের সর্ম্পকে বিস্তারিত বর্ণনা প্রদান করে। | Peta tersebut melingkupi lokasi dan keterangan singkat mengenai 43 penjara di Myanmar |
4 | বার্মাতে ৪৩ টি কারাগার এবং প্রায় ১০০-এর মত শ্রম শিবির রয়েছে। | Burma mempunyai 43 penjara dan sekitar 100 kamp buruh. |
5 | এই সমস্ত জেলের পরিবেশ খুবই জঘন্য- এখানকার বন্দীরা নিয়মিতভাবে কর্মকর্তাদের হাতে শারীরিক এবং মানসিক ভাবে নিগৃহীত হয়। | |
6 | এখানে ওষুধ দুষ্প্রাপ্য এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী রাখার বিষয়টি অতি এক সাধারণ ঘটনা। বেশিরভাগ রাজনৈতিক বন্দীদের রেঙ্গুনের ইনসেন নামক কারাগারে রাখা হয়েছে। | Kondisi di penjara-penjara tersebut sangatlah buruk - tahanan sering disiksa secara fisik dan psikologis oleh petugas, sementara pengobatan masih sedikit dan situasi penjara berdesakkan. |
7 | যদিও তাদের অনেককে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করে শত শত মাইল দূরে দুর্গম এলাকায় পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তারা বৈরী পরিবেশ এবং ম্যালেরিয়ার সাথে যুদ্ধ করতে বাধ্য হয় । | Kebanyakan tahanan politik berada di penjara Insein di Rangoon, banyak tahanan politik yang ditempatkan di penjara terpencil ratusan mil dari keluarga mereka dimana para tahanan harus menghadapi kondisi cuaca ekstrem dan malaria. |
8 | মায়ানমারের কারা মানচিত্র | Peta Penjara Myanmar |
9 | ইনসেন কুখ্যাতি অর্জন করেছে মায়ানমারের প্রখ্যাত সব রাজনৈতিক বন্দীদের কারণে, যাদের মুলত এই কারাগারে রাখা হয়। | Penjara Insein paling dikenal karena merupakan pusat penahanan para tahanan politik yang paling berpengaruh. |
10 | ইনসেন নামক কারাগারকে বার্মার “সবচেয়ে অন্ধকার অংশ” হিসেবে চিহ্নিত করা হয়। এটি বার্মার নীচের অংশের (দক্ষিণে) রেঙ্গুন জেলায় অবস্থিত। | Penjara Insein dikenal sebagai ‘lubang tergelap di Burma' berada di divisi Rangoon di hilir Burma. |
11 | এখানে প্রায় ৯০০০ থেকে ১০,০০০ বন্দী রয়েছে, যার মধ্যে ৩০০ জন রাজবন্দী। আর এতজন বন্দির জন্য মাত্র ৩ জন ডাক্তার রয়েছে। | Populasi total penjara antara 9000 dan 10.000 tahanan termasuk 300 tahanan politik hanya dengan 3 dokter. |
12 | এটা বার্মার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত একটা কারাগার, যেখানে অং সান সুকিকে বন্দী করে রাখা হয়েছিল। | Penjara Insein, penjara dimana Aung San Suu Kyi pernah ditahan, memiliki keamanan terketat. |
13 | ইনসেন নামক কারাগার | Penjara Insein |
14 | ইনসেন কারাগারে যে ৩০০ রাজনৈতিক বন্দী আছে , সামান্য রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাদের অনেক দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড প্রদান করা হয়েছে। | 300 tahanan politik di Insein diberikan hukuman penjara panjang meskipun mereka hanyalah aktivis politik kecil |
15 | এখানে রাজনৈতিক কারাবন্দীদের মধ্যে ২২৫ জন বৌদ্ধ সন্ন্যাসী, ১১ জন সংসদ সদস্য, ১২ জন আইনজীবী, ৮ জন ডাক্তার, ১৫৭ জন নারী এবং প্রায় ৩০ জনের মত প্রচার মাধ্যম কর্মী রয়েছে। | 225 diantara tahanan politik adalah biksu, 11 Perdana Menteri, 12 pengacara, 8 dokter, 157 wanita, dan hampir 30 adalah pekerja media. |
16 | বার্মায় ১৪ বছরের মত অল্প বয়স্কদের যেমন কারাদণ্ড প্রদান করা হয়, তেমনি প্রচারপত্র বিলি করার মত সামান্য অপরাধেও কারাদণ্ড প্রদান করা হয়। | Burma dikenal memberikan sanksi hukuman penjara pada anak remaja berumur 14 tahun atas aktivitas politik kecil seperti membagikan selebaran. |
17 | ভয়াবহ এক ষড়যন্ত্রের অভিযোগে শান স্টেটস পিস কাউন্সিলের চেয়ারম্যান সো তেনকে ১০৬ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে | Satu orang, Jendral Hso Ten, kepala Dewan Perdamaian Negara Shan, didakwa hukuman penjara selama 106 tahun atas pengkhianatan besar kepada negara. |
18 | এই ওয়েবে সাইটে একই সাথে প্রাক্তন রাজবন্দীদের সাক্ষ্য রয়েছে, যারা অত্যন্ত সাহসের সাথে তাদের কারা জীবনের অভিজ্ঞতা জানিয়েছে করেছে। | Situs ini juga meliputi testimonial dari mantan tahanan politik yang dengan berani membagi pengalaman masa tahanan mereka. |
19 | ওআই মোয়ে ছিলেন এমন একজন বন্দী, যার উপর অত্যাচার করা হয়েছে। | Wai Moe adalah salah seorang tahanan yang pernah disiksa |
20 | একবার আমার পায়ে লোহার শিকল পড়িয়ে দেওয়া, এবং তারা সাত মাস পর্যন্ত তা আর খুলেনি। | Dulu pergelangan kaki saya diborgol, dan saya memakainya selama tujuh bulan. |
21 | এই শিকলের ওজন ছিল প্রায় ১০ কিলো, আর তা আমার শরীরে একটা অংশে পরিণত হয়েছিল। | Berat borgol tersebut lebih dari 10 kilogram, dan menjadi bagian tubuh saya. |
22 | অন্য সময়ে অনেককে কারাকক্ষের যে লোহার দরজা তা দিনে চার ঘণ্টা ধরে সাফ করতে হত। সকাল ৮-১০ টা এবং দুপুর ২-৪ টা পর্যন্ত তা সাফ করতে হত। | Di lain hari kamu dipaksa untuk membersihkan besi jeruji penjara dengan lap selama empat jam sehari - pukul 8 hingga 10 pagi, dan 2 hingga 4 sore. |
23 | এটা ছিল শারীরিক এবং মানসিক অত্যাচার। কিন্তু যদি আপনি তা করতে অস্বীকার করেন, তাহলে আপনাকে প্রহার করা হবে। | Kegiatan itu adalah siksaan fisik dan jiwa - kegiatan itu sebenarnya tidak perlu, tapi bila kamu menolak melakukannya, kamu akan dipukuli. |
24 | এখানে আরেকটি শাস্তি হল প্লাস্টিকের ব্যাগে করে মাছি ধরা, যদি আপনি তা ধরতে ব্যার্থ হন, তাহলে তারা আপনাকে প্রহার করবে এবং শিকলে বেঁধে রাখবে। | |
25 | ডেমোক্রেটিক ভয়েস অফ বার্মা (ডিভিবি) নামক সংগঠনের ১৭ জন ভিডিও সাংবাদিক কারাগারে বন্দী। | Dan hukuman lainnya adalah dipaksa menangkap lalat dengan kantong plastik. |
26 | সম্প্রতিহ্লা হ্লা উইন নামের এক ভিডিও সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। | Jika kamu tidak bisa menangkapnya, mereka akan memukuli kamu atau memborgol kamu. |
27 | আমদানী/রপ্তানী আইনের মাধ্যমে তাকে আটক করা হয়, কারণ ভদ্রমহিলা যে মোটর সাইকেল ব্যবহার করছিল তার কোন নিবন্ধন ছিল না। | Sekitar 17 jurnalis video dari Democratic Voice of Burma (DVB) telah ditahan. |
28 | এদিকে তার কারাদণ্ডের মেয়াদ বাড়িয়ে ২০ বছর করা হয়েছে। | Salah seorang jurnalis video yang sedang ditahan adalah Hla Hla Win. |
29 | প্রথমে তাকে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয়, এই দণ্ডের শুরুর প্রথম সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ঘটনাক্রমে সে স্বীকার করে নেয় যে সে ডিভিএ-এর এক সাংবাদিক। | Ia ditahan di bawah Dekrit Impor/Ekspor karena menggunakan motor yang tidak terdaftar, masa hukumannya diperpanjang menjadi 20 tahun |
30 | ২০ ডিসেম্বর ২০০৯-এ ইলেকট্রনিক্স আইনে তার শাস্তির মেয়াদ বাড়িয়ে ২০ বছর করা হয়। | Selama minggu pertama dari masa tujuh tahun penjaranya, ia diinterogasi dan akhirnya mengakui bahwa ia seorang reporter DVB. |
31 | এই আইনের মাধ্যমে দেশটির সামরিক সরকারের নিরাপত্তা ব্যবস্থার জন্য ক্ষতিকর বিবেচনা করা হয় ইন্টারনেট থেকে এমন ডাটা উঠানো (আপলোড) বা নেট থেকে (ডাউনলোড) করা নিষিদ্ধ। | Pada tanggal 20 Desember 2009 masa tahanannya diperpanjang menjadi 20 tahun karena melanggar Dekrit Elektronik, yang melarang mengunduh maupun mengunggah data dari internet yang isinya tidak sesuai keamanan rezim militer. |
32 | প্রায়শই ভিডিও সাংবাদিকদের বন্দী করার জন্য শাসকেরা এই আইন ব্যবহার করে। | Ini adalah taktik yang sering digunakan oleh rezim untuk memenjarakan reporter video. |
33 | তাকে আরো ২০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং তাকে কোন আইনজীবীর সহায়তা নিতে দেওয়া হয়নি। | Ia dijatuhkan hukuman penjara selama 20 tahun dan tidak diijinkan memiliki perwakilan hukum. |
34 | এক বিক্ষোভ কর্মসূচি যা আগামী সপ্তাহে থাইল্যান্ডের বার্মিজ দূতাবাসের সমানে অনুষ্ঠিত হবে, সেখানে তার মুক্তির দাবী জানানো হবে। | Sebuah aksi protes menuntut kebebasannya telah dijadwalkan minggu depan di depan kedutaan Burma di Bangkok. |