# | ben | ind |
---|
1 | দুর্নীতি উন্মোচন করার প্রেক্ষাপটে মালয়েশিয়ার দুটি সংবাদপত্রের প্রকাশনা স্থগিতের বিরুদ্ধে বিক্ষোভ | Protes atas Beredel Dua Koran Malaysia karena Siarkan Korupsi |
2 | মালয়েশিয়া স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ দি এজ -এর ফেসবুক পাতা থেকে নেওয়া। | Foto dari laman Facebook Malaysians stand in solidarity with The Edge |
3 | প্রায় ৩০০-এর বেশী সাংবাদিক একটিভিস্ট, আইনজীবী এবং সচেতন নাগরিক ৮ আগস্ট কুয়ালালমপুরের কেন্দ্রীয় মার্কেটের সামনে জড়ো হয়েছিল মালেশিয়া সরকারে দুটি সংবাদপত্রের প্রকাশনা স্থগিত করে রাখা এবং সংবাদ ওয়েবসাইট ব্লক করে রাখার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। | Lebih dari 300 wartawan, aktivis, pengacara, dan pemerhati berkumpul di Pasar Sentral, Kuala Lumpur, pada 8 Agustus untuk memprotes pemberedelan dua surat kabar dan pemblokiran sebuah situs berita oleh pemerintah Malaysia. |
4 | এই কর্মসূচি যা #এ্যাটদিএইজক্যাম্পেইন নামে পরিচিত তা সরকারের প্রবল মিডিয়া সেন্সরশিপের বিরুদ্ধে মাঠে নেমে এসেছে। | Gerakan yang menjadi bagian dari kampanye #AtTheEdge itu menyesalkan tindakan pemerintah sebagai sensor media yang sewenang-wenang. |
5 | গত ১৯ জুলাই, সারাওয়াকের দুর্নীতি নিয়ে আওয়াজ সৃষ্টিকারী ওয়েবসাইট মালয়েশিয়ায় বন্ধ করে দেওয়া হয় মূলত “যাচাই না করে তথ্য” পোষ্ট করার জন্য, যা ছিল ১(ওয়ান) এমডিবি-এর দূর্নীতির কেলেঙ্কারির বিষয়ে, ওয়ান এমডিবি হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালিত বিনিয়োগ প্রতিষ্ঠান। | Pada 19 Juli lalu, sebuah situs berita pengungkap aib Sarawak Report diblokir di Malaysia karena postingan ‘informasi yang belum diverifikasi' tentang skandal korupsi yang melibatkan 1MDB, sebuah perusahaan investasi yang dikelola negara. |
6 | এর কয়েকদিন পরে, ওয়ানএমডিবি সম্বন্ধে সাজানো নথি দিয়ে সংবাদ প্রদানের অভিযোগে দি এজ-নামক প্রকাশনা গোষ্ঠীর দুটি সংবাদপত্রের প্রকাশনা তিন মাসের জন্য স্থগিত করা হয়। | Beberapa hari kemudian, dua surat kabar milik The Edge diberedel selama tiga bulan sebab diduga merilis dokumen palsu terkait dengan 1MDB. |
7 | যখন ওয়াল স্ট্রিট জার্নালে অভিযোগ আকারে সংবাদ প্রকাশ করা হয় যে ওয়ানএমডিবি-এর মাধ্যমে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার দেশটির প্রধানমন্ত্রীর ব্যাংক একাউন্টে হস্তান্তর করা হয়েছে তখন এই স্থগিতাদেশের বিষয়টি একই সাথে প্রধানমন্ত্রী কর্তৃক জারি করা হয়। | Masalah ini juga berimplikasi terhadap Perdana Menteri Najib Razak setelah Wall Street Journal menerbitkan sebuah laporan yang menyatakan bahwa dia mendapat 700 juta dollar AS yang ditransfer 1MDB melalui bank. |
8 | বাজারে সমবেত হওয়ার পর, জনতা বার কাউন্সিল ভবনের দিকে এগিয়ে যেতে শুরু করে। | Setelah berkumpul di pasar, para demonstran berbaris menuju gedung Badan Peguam Malaysia. |
9 | এই র্যালি বাক স্বাধীনতা রক্ষা, সংবাদপত্রের ওয়েব সাইট খুলে দেওয়া, এজের বিরুদ্ধে প্রদান করা স্থগিতাদেশ তুলে নেওয়া, এবং ওয়ানএমডিবি সম্বন্ধে সকল তথ্য জানার জনতার অধিকারের প্রতি স্বীকৃতি প্রদানে দাবী জানায়। | Protes mereka menuntut perlindungan kebebasan berbicara, membuka blokir atas situs-situs berita, pencabutan perintah beredel terhadap The Edge, dan pengakuan akan hak masyarakat untuk mengetahui semua informasi tentang 1MDB. Berikut, beberapa plakat dan spanduk yang digunakan dalam demo: |
10 | নিচে এই র্যালিতে বহন করা কিছু প্ল্যাকার্ড এবং ব্যানার এখানে তুলে ধরা হল: | Dari laman Facebook Malaysians stand in solidarity with The Edge |
11 | মালয়েশিয়া স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ দি এজ -এর ফেসবুক পাতা থেকে নেওয়া | Dari laman Facebook dari Malaysians stand in solidarity with The Edge |
12 | এ্যাট দি এইজ নামক টুইটার হ্যাশট্যাগ থেকে নেওয়া আরো কিছু ছবি এখানে তুলে ধরা হল: | Ini beberapa foto di Twitter dengan menggunakan hashtag #AtTheEdge: |
13 | এ্যাট দি এইজ শোভাযাত্রায় সহকর্মী মালয়েশীয় এবং সাংবাদিকদের পক্ষে গর্বের সাথে অবস্থান গ্রহণ করেছি। | Bangga berdiri protes dengan sesama warga Malaysia & jurnalis dalam demo #AtTheEdge hari ini. |
14 | মত প্রকাশ এবং মতামতের স্বাধীনতার প্রতি নারীবাদীদের সমর্থন | #FreeMedia Feminis mendukung kebebasan berekspresi & opini |
15 | ওয়ানএমডিবি সম্বন্ধে প্রশ্ন করা কোন অপরাধ নয়। | Mengajukan pertanyaan tentang #1MDB bukan tindak pidana. |
16 | সাংবাদিকতা কোন অপরাধ নয় | Jurnalisme bukan kejahatan. |
17 | এ্যাট দি এইজে | #AtTheEdge |
18 | ফেসবুকে তার লেখা এক স্ট্যাটাস আরুনা সেনা এর সাথে তার একাত্মতা প্রকাশ করেছে : | #AtTheEdge #808 http://t.co/PibBWYtaRn pic.twitter.com/y60xPrsTqv - Umapagan (@umapagan) August 8, 2015 |
19 | মিডিয়াকে নত করা এবং মিডিয়ায় প্রবেশের অধিকার ক্ষুণ্ণ করা আমাদের সীমাবদ্ধ করা, মানুষের জন্য, তথ্য এবং সংবাদের উৎসের প্রতি আমাদের অধিকারের প্রতি এক ভয়ানক আঘাত। | Menulis di Facebook, Aruna Sena mengungkapkan solidaritas: Membatasi media dan membatasi akses ke media adalah tindakan sewenang-wenang kekuasaan untuk membatasi kita, manusia, atas hak kita dalam mendapat sumber informasi dan berita. |
20 | এটা একই সাথে বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করা এবং একই সাথে সাংবাদিকতা সীমাবদ্ধ করার মত এক ভয়ানক কর্ম। | Ini juga merupakan tindakan semena-mena yang mengekang kebebasan berbicara serta membatasi jurnalisme. |
21 | গত কাল এ্যাট দি এজ নামক কর্মসূচিতে দেখা গেছে সকল আশা তিরোহিত হয়নি যেহেতু আমি প্রত্যক্ষ করেছি যে খালি হাতের প্রচার মাধ্যম কর্মী আমাদের মত সাধারণ নাগরিকের কাছে সংবাদ প্রদান এবং তথ্য পৌঁছে দেওয়ার মত তাদের অধিকারের জন্য দাঁড়িয়ে আছে। | Semua harapan takkan hilang seperti yang saya saksikan dulu ketika awak media berdiri memperjuangkan hak mereka untuk melaporkan dan memberikan informasi kepada orang-orang seperti kami di demo #atTheEdge, kemarin. |
22 | আর দেখার জন্য এক আসাধারণ এলাকা। | Dan itulah pemandangan paling indah untuk disaksikan. |
23 | মিডিয়ার উপর এক রাজনৈতিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে এটি একটি দারুণ কর্মসূচিতে পরিণত হয়েছে। | Bagus beralih demi #808 #AtTheEdge Bebaskan media dari kontrol politik! |
24 | আপনারা হয়ত এজ নামের পত্রিকার প্রকাশনা স্থগিত করতে পারেন কিন্তু আপনার সত্য প্রকাশ স্থগিত করতে পারেন না। | Kami tidak akan lupa dengan penyalahgunaan kekuasaan saat ini. Anda dapat memberedel The Edge, Pak, tapi Anda tidak bisa menghentikan kebenaran! |
25 | ২৯ আগস্টে আরো বড় এক র্যালির আয়োজন করা হবে। | Gelombang protes lebih besar sedang diatur untuk bergerak pada 29 Agustus mendatang. |
26 | এইবার বিষয়টি কেবল প্রচার মাধ্যমের স্বাধীনতা নিয়ে হবে না। | Kali ini isunya tidak lagi terbatas pada kebebasan media. |
27 | বেরিশ ৪ নামের এই র্যালিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবী করা হবে। | Akan dinamai Bersih 4, sebagai aksi menuntut pengunduran diri perdana menteri. |