# | ben | ind |
---|
1 | আইভরি কোস্ট: গাবাগাবো প্রতিরোধ করছে, আফ্রিকা প্রতিবাদ | Pantai Gading: Gbagbo Bersikeras, Penduduk Afrika Bertindak |
2 | এই প্রবন্ধটি আইভরি কোস্টের অস্থিরতা ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Pos ini adalah bagian dari liputan khusus Côte d'Ivoire Unrest 2011-Keresahan Pantai Gading 2011 |
3 | আইভরি কোস্টের প্রাক্তন রাষ্ট্রপতি লরা গাবাগাবো এখনো দেশটির এক বাঙ্কারের মধ্যে অবস্থান করে আছে। সে ২০১০-এর রাষ্ট্রপতি নির্বাচনে নিজের পরাজয়ের বিষয়টিকে অস্বীকার করে নিজের গ্রেফতার হওয়াকে প্রতিরোধ করে যাচ্ছে। | Sementara mantan Presiden Pantai Gading, Laurent Gbagbo masih bersembunyi di bunkernya di negara tersebut, menolak penangkapan atas dirinya karena ia menyangkal kekalahannya atas pemilu 2011, partisipasi Perancis untuk menyingkirkan dirinya menimbulkan reaksi di antara para politikus dan masyarakat Perancis [fr], begitu juga di komunitas masyarakat Afrika di Perancis. |
4 | তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করার লক্ষ্যে ফ্রান্সের সেনাবাহিনী এক অভিযানে অংশগ্রহণ করেছে। | Unjuk rasa Pro-Gbagbo di Paris, Perancis, 26 Maret 2011. |
5 | বিষয়টি ফরাসী রাজনীতিবীদ এবং নাগরিকদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে [ফরাসী ভাষায়], একই সাথে তা ফ্রান্সে বাস করা আফ্রিকার নাগরিক সম্প্রদায়ের মাঝেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। | |
6 | ২৬ মার্চ, ২০১১-এ, ফ্রান্সের রাজধানী প্যারিসে গাবাগাবো-পন্থীদের বিক্ষোভ, ছবি ফ্লিকার ব্যবহারকারী এএনডাব্লিউ. | Gambar oleh pengguna Flickr user anw.fr (CC BY-NC-SA 2.0). |
7 | ফ্রা-এর (সিসি বাই-এনসি-এসএ ২. ০)। প্যারিস থেকে দোয়ালা | Dari Paris ke Douala |
8 | ৬ এপ্রিল, ২০১১-তে, প্যারিসে জাতীয় পরিষদের সামনে এক বিক্ষোভের আয়োজন করা হয়। মামোও৯২২ নামক ইউটিউব ব্যবহারকারী এর বেশ কয়েকটি ধারাবাহিক ভিডিও পোস্ট করেছে, যাতে বিষয়টি প্রদর্শিত হচ্ছে। | Pada tanggal 6 April 2011, suatu demonstrasi dilaksanakan di depan kantor French National Assembly-Majelis Nasional Perancis di Paris, seperti yang bisa dilihat di seri video yang diunggah oleh pengguna YouTube Mamou922. |
9 | নীচের ভিডিওটিতে আপনি দেখতে পাবেন বিক্ষোভকারীরা একটি সরকারি ভবনের সামনে ফরাসী নিরাপত্তা বাহিনীর মোকাবেলা করছে: | Di satu video, kita melihat massa menghadapi pihak keamanan Perancis yang melindungi gedung publik tersebut: |
10 | ৫ এপ্রিল, ২০১১, ক্যামেরুনের অর্থনৈতিক রাজধানী দোয়ালায়, সেখানকার ট্যাক্সি ড্রাইভাররা লরা গাবাগাবোর প্রতি সমর্থন প্রদর্শন করার জন্য শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়। | Pada 5 April 2011, di Douala, pusat ekonomi Kamerun, para pengemudi Taksi Moto berkumpul di pusat keramaian kota memberi dukungan untuk Laurent Gbagbo. |
11 | নীচের ভিডিওটি ওয়াট টিভিতে পোস্ট করেছে গ্রি-গ্রি ইন্টারন্যাশনাল, এটি একটি সংবাদ ব্লগ: | Video berikut diunggah di Wat TV oleh Gri-Gri International, sbuah blog berita: |
12 | manif à Douala contre l'ingérence internationale - la prochaine fois, devant l'ambassade de France ? | demonstrasi di Douala melawan ikut campur internasional - selanjutnya, di depan kedutaan perancis? |
13 | Vidéo Gri-Gri-International sélectionnée dans TV/Séries | Video Gri-Gri-International di TV/Séries |
14 | এই ভিডিওর এক সাক্ষাৎকার, বিষয়টি বিশ্লেষণ করেছে: | Salah seorang pewawancara di video menjelaskan: |
15 | আইভরি কোস্টের সমস্যা সমগ্র আফ্রিকার জন্য এক চিন্তার বিষয় […] আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং ফ্রান্সকে সতর্ক করে দিতে চাই, তারা আইভরি কোস্টে যা করছে, তা যেন বন্ধ করে। […] | Masalah Pantai Gading menyangkut seluruh masyarakat Afrika […] kami memperingatkan komunitas internasional dan Perancis untuk berhenti ikut campur terhadap masalah Pantai Gading […] |
16 | ক্যামেরুনের স্বাধীনতার যুদ্ধের সময় যা ঘটেছিল তা উল্লেখ করে, সে যোগ করছে: | Mengacu pada yang pernah berlangsung di Kamerun selama masa perang kemerdekaan di negara tersebut, ia menambahkan: |
17 | আজ আমরা বুঝতে পারছি যে, এখন থেকে ৫০ বছর আগে ফ্রান্স আমাদের পিতামাতাকে হত্যা করেছিল, সেটি ছিল সত্যি। | Sekarang kita menyadari adalah benar bahwa Perancis membunuh orangtua kita 50 tahun lalu |
18 | দূতাবাস বিষয়ক সমস্যা | Kesulitan kedutaan |
19 | ৭ এপ্রিল, ২০১১-এ তারিখের সকাল বেলা ফরাসী প্রতিরক্ষা মন্ত্রী জের্রাড লংগুয়ে ফরাসী সিনেট কমিশনের সামনে পররাষ্ট্র বিষয়ক সংবাদ প্রদান করছেন [ফরাসী ভাষায়]। | Menteri Pertahanan Perancis Gérard Longuet melaporkan [fr] pada French Senate Commission-Komisi Senat Perancis bagian Urusan Luar Negeri pada pagi hari tanggal 7 April 2011. |
20 | তিনি সংবাদ প্রদান করেন যে যে বাহিনী লরা গাবাগাবোকে রক্ষা করে যাচ্ছে তাদের সংখ্যা প্রায় ১,০০০ এবং কোকোডিতে অবস্থিত রাষ্ট্রপতি প্রসাদ (যেখানে গাবাগাবো পালিয়ে আছে) দখলে আনার ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে সেই এলাকার চারপাশে অজস্র বিদেশী দূতাবাস রয়েছে। | Ia melaporkan keamanan yang melindungi Laurent Gbagbo sekitar 1,000 orang dan menjelaskan kesulitan utama mengenai intervensi istana kepresidenan di Cocody (dimana Gbagbo bersembunyi) adalah banyak kedutaan asing yang berdekatan. |
21 | এই সকল দূতাবাস দ্রুত কৌশলগত এবং সৈন্য সমাবেশের এলাকায় পরিণত হয়েছে: | Masalah yang terakhir tersebut dijadikan titik strategi dan taktik: |
22 | 200 hommes pour défendre Gbagbo ? | 200 orang membela Gbagbo? |
23 | Vidéo LCIWAT sélectionnée dans Actualité | Video LCIWAT dalam Actualité |
24 | ফরাসী সংবাদপত্র জেডিডি ফরাসী ইউনিকর্ন সেনাদের দ্বারা আবিদজানে, তার বাসভবন থেকে জাপানী রাষ্ট্রদূতকে উদ্ধারের সংবাদ, পত্রিকাটির ফেসবুকের পাতায় পোস্ট করেছে। | Suratkabar Perancis JDD memposkan di laman Facebook mereka penyelamatan duta besar Jepang di tempat tinggalnya di Abidjan oleh kesatuan militer Perancis UNICORN, yang diserbu oleh tentara bayaran pada 6 April malam. |
25 | এই বাসভবনটি ৬ এপ্রিলের রাতে ভাড়াটে সেনারা দখল করে নিয়েছিল। | Sumber videonya adalah Kementerian Pertahanan Perancis: |
26 | এখানে যে ভিডিওটি প্রদান করা হয়েছে, তা ফরাসী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে পাওয়া। | |
27 | আফ্রিকার প্রধান ফরাসী ভাষী সংবাদপত্র জেউনে আফ্রিকের মতে, এ্যাঙ্গোলার ১০০ জন বিশেষ সেনা [ফরাসী ভাষায়] গাবাগাবোর সামরিক বাহিনীর সেনাদের সাথে লড়াই করছে, যে সব সেনা রাষ্ট্রপতি বাসভবনের বাঙ্কার রক্ষা করে চলছে। | Menurut Jeune Afrique, majalah utama Afrika berbahasa perancis, 100 keamanan khusus Angola [fr] mendukung militer Gbagbo yang melindungi bunker kepresidenan dimana mantan pemimpin sedang bersembunyi. |
28 | আইভরি কোস্টের প্রাক্তন এই নেতা এখন এই বাঙ্কারে লুকিয়ে আছেন। | |