Sentence alignment for gv-ben-20100309-9808.xml (html) - gv-ind-20100316-2994.xml (html)

#benind
1চিলি: কনসেপশিওনের রাস্তায় সেনা টহলChili: Keamanan Dikerahkan di Jalanan Kota Concepción
2৮. ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তৃতীয় দিনের শেষেও চিলির দ্বিতীয় বৃহত্তম শহর কনসেপশিওনের পরিস্থিতি রোববারের তুলনায় আরো খারাপের দিকে গড়ায়।Ketika hari ketiga pasca gempa berkekuatan 8,8 skala richter hampir berakhir, situasi di Concepción, kota terbesar kedua di Chili, mengalami penurunan drastis sejak Minggu.
3নিয়ন্ত্রণহীন লুটপাট, ভবন ধ্বসে পড়া, সংঘর্ষ, এমনকি কোন কোন ক্ষেত্রে অগ্নিসংযোগের ঘটনার ফলে ৪,৫০০ জনের [স্প্যানিশ ভাষায়] একটি বড় আকারের সেনাদলকে টহল প্রদানের জন্য শহরটিতে পাঠানো হয়েছে । কনসেপশিওন শহরের রাস্তায় সেনাদলের ছবি।Berita-berita terpercaya melaporkan penjarahan yang tak terkontrol, gedung-gedung yang runtuh, kekerasan, dan bahkan dalam beberapa kasus, pembakaran yang mengharuskan pengerahan keamanan sebanyak 4.500 pasukan [es] di kota.
4তুলেছেন এডুয়ার্ডো ডোনোসা। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে।Foto pasukan di jalanan di kota Concepción oleh Juan Eduardo Donoso dan digunakan di bawah izin Creative Commons.
5এই সেনা সমাবেশ এমন এক সময় ঘটল, যখন স্থানীয় সরকার দ্রুত সামরিক বাহিনী না পাঠানোর জন্য রাষ্ট্রপতি মিশেল ব্যাশেলেটের জাতীয় সরকারের দিকে অভিযোগের আঙুল নির্দেশ করেন।Pengerahan pasukan dilangsungkan saat keamanan daerah mulai menyalahkan pemerintah nasional Presiden Michelle Bachelet karena tidak mengirim pasukan lebih awal.
6সম্প্রতি চিলির নাগরিক এবং গণমাধ্যম সংস্থাগুলো সংবাদ প্রকাশ করে যে, কনসেপশিওন শহরে খাবার এবং পানির অভাব দেখা দিয়েছে [স্প্যানিশ ভাষায়], এই শহরে বিদ্যুৎ নেই এবং মাঝে মাঝে সামান্য পরিমাণ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে [স্প্যানিশ ভাষায়]।Sekarang warga negara dan kantor media massa di Chili melaporkan bahwa Concepcion mengalami kekurangan stok makanan dan minuman [es]. Listrik kota padam dan persediaan air bersih mulai menipis [es].
7এই সমস্ত জটিলতার বাইরেও, সারা শহরে বেশ কিছু ভবন ধ্বসে পড়েছে [স্প্যানিশ ভাষায়]।Selain masalah-masalah tersebut, beberapa gedung runtuh sepanjang kota [es].
8সম্ভবত সবচেয়ে নাটকীয় এবং ভয়াবহ যে ভবন ধ্বসে পড়ার ঘটনাটি ঘটে, সেটি একটি ১৫ তলা ভবন। ধারণা করা হচ্ছে এখনো সেই ভবনের ধ্বংস স্তূপের নিচে কিছু জীবিত মানুষ আটকা পড়ে আছে।Keruntuhan yang mungkin paling dramatis dan rusak parah yang pernah terjadi adalah gedung berlantai 15, banyak orang yang masih terperangkap di bawah reruntuhan.
9টুইটার ব্যবহারকারী এডোয়ার্ডো উ (@এডোয়ার্ডো), একজন ছাত্র এবং সাংবাদিক, তিনি জানাচ্ছেন [স্প্যানিশ ভাষায়]:Pengguna Twitter Eduardo Woo (@edowoo), seorang murid dan reporter, memberitakan [es]:
10কনসেপশিওন শহরের ধ্বসে পড়া ১৫ তলা ভবনে জীবিত লোকদের আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে; এই মুহূর্তে উদ্ধারকারী দল তাদের উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছে।Mereka yang selamat masih berada di bawah reruntuhan gedung berlantai 15 di Concepción; saat ini tim penyelamat masih terus bekerja.
11ভূমিকম্পের ফলে বিভিন্ন কাঠামো ভেঙ্গে পড়া এবং খাবারের অভাব, কনসেপশিওন শহরের নিরাপত্তা পরিস্থিতিকে বাড়াবাড়ি রকমের খারাপের দিকে ঠেলে দিয়েছে, যা ভূমিকম্প আঘাত হানার পর থেকে ক্রমশঃ অবনতির দিকে গিয়েছে।Kerusakan gedung dan kekurangan makanan yang disebabkan oleh gempa bumi memperburuk situasi keamanan di Concepción, yang telah memburuk dengan cepat sejak diguncang gempa.
12সুপারমার্কেট বা বড় দোকানে প্রয়োজনীয় দ্রব্যাদির সন্ধান এখন অনিয়ন্ত্রিত লুটপাটে পরিণত হয়েছে, যার সাথে কিছু লুটেরার দল দোকানে অগ্নিসংযোগ করছে, যেমন লা পোলার স্টোর এবং আলভি সুপারমার্কেটে অগ্নিসংযোগ করা হয়েছে [স্প্যানিশ ভাষায়]।Aktivitas yang pada awalnya membeli keperluan utama di supermaket berubah menjadi penjarahan tak terkendali dengan pembakaran oleh sekelompok orang, seperti pada kasus di toko La Polar dan Supermarket Alvi [es].
13কনসেপশিওন শহর থেকে টুইটার ব্যবহারকারী এক ভদ্রমহিলা ক্লাউদিয়া প্রাডেনাস (@প্রাডেনাস) লা পোলার নামক দোকানে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তার হতাশা ব্যক্ত করেছেন:Dari wilayah Concepción, Claudia Pradenas (@clauspradenas), seorang pengguna Twitter, mengekspresikan rasa frustasinya dengan kasus penjarahan dan pembakaran La Polar:
14কি এক ক্রোধ সৃষ্টিকারী ব্যাপার!Betapa menjengkelkan!
15কি এক বেদনাদায়ক বিষয়!Betapa menyedihkan!
16কনসেপশিওনের লা পোলারের ইন্টারন্যাশনাল ফায়ার এলাকায় ১৯টি মৃতদেহ পড়ে রয়েছে।19 meninggal dalam KEBAKARAN YANG DISENGAJA di LA POLAR di Concepción.
17কেবল ভূমিকম্প যেন মৃত্যুর ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট ছিল না!Seakan gempa bumi yang telah dialami tidak cukup!
18অগ্নিনির্বাপক কর্মীরা লা পোলার নামক সুপারর্মাকেটের আগুন নেভানোর চেষ্টা করছে। ছবি জুয়ান এডুয়ার্ডো ডোনোসোর তোলা এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের মাধ্যমে তা ব্যবহার করা হয়েছে।Pemadam Kebakaran mencoba memadamkan api di supermarket La Polar foto oleh Juan Eduardo Donoso dan digunakan di bawah izin Creative Commons.
19ভূমিকম্প পরবর্তী কনসেশসিওনের কি অবস্থা হয়েছে, সে সম্বন্ধে আরো ছবি দেখতে চাইলে জুয়ান এডুয়ার্ডের ফ্লিকার পাতায় প্রবেশ করুন।Untuk melihat foto lainnya dari Concepción pasca gempa bumi, silakan kunjungi laman Flickr Juan Eduardo Donoso.
20রোববারে চিলির সরকার রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত মুলে এবং বিও-বিও এলাকায় সান্ধ্য আইন জারি করে।Pada Minggu, Pemerintah Chili telah memberlakukan jam malam dari pukul 21.00 sampai 06.00 di daerah Maule dan Bio-Bio.
21এই সান্ধ্য আইন গুরুত্বপূর্ণ শহর যেমন কনসেপশিওন ও টালকায় জারী করা হয়।Pemberlakuan jam malam mempengaruhi kota-kota penting seperti Concepción dan Talca.
22কনসেপশিওনে প্রায় ১৫০ জনের মত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে একজনকে গুলি করে হত্যা করা হয় [স্প্যানিশ ভাষায়]।Di Concepción, 150 lebih orang telah ditangkap dan seorang ditembak mati [es] dengan sebab yang belum dapat dipastikan.
23তবে, এই সান্ধ্য আইন বলবৎ থাকা সত্ত্বেও, কনসেপশিওনের অনেক বাসিন্দা মনে করেন এই সমস্ত উদ্যোগ অপরাধ দমনের জন্য যথেষ্ট নয়।Meskipun begitu, lepas dari pemberlakuan jam malam, banyak warga Concepción merasa langkah ini tidak berhasil mencegah tindak kriminal.
24কনসেপশিওয়নের টুইটার ব্যবহারকারী গারসন গুজম্যান (@গারসনগুজম্যান) তার টুইটার একাউন্টের মাধ্যমে কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তোলার আহ্বান জানান:Gerson Guzman (@GersonGuzmanD) dari Concepción menggunakan akun Twitter miliknya untuk meminta pihak keamanan agar meningkatkan keamanan:
25কনসেপশিওন, টালকাহুয়ানো এবং করোনেল এলাকায় এখনো লুটপাট চলছে…. দ্রুত সাহায্যের প্রযোজন, সেনারা কোথায়?Penjarahan masih terjadi di Concepcion, Talcahuano dan di Coronel…Bantuan genting, Di mana pasukan keamanan?
26একইভাবে মারিয়া কাটালিনা (@কাটাডিনালি) কনসেপশিওনের পরিস্থিতি সম্বন্ধে মেগাভিশন নামের এক টিভি চ্যানেলকে সতর্ক করার চেষ্টা করেছেন:Hal yang sama juga dilaporkan Maria Catalina (@CataDinali), dia mencoba memberitahu Megavision, sebuah stasiun TV mengenai situasi yang terjadi di Concepción:
27@মুচোগুস্তোমেগা, আমাদের দ্রুত সেনা সাহায্য দরকার এবং এলুয়ে (সান পেড্রো ডে লা পাজ কনসেপশিওন)-এ, ক্রমাগত লুটপাট চলছে, চারপাশের লোকজন সশস্ত্র।@muchogustoMEGA Kami butuh Pasukan Keamanan DENGAN CEPAT di ANDALUE (san pedro de la paz, concepción), penjarahan terjadi terus-menerus, para tetangga bersenjata
28বিও বিও অঞ্চল, যার রাজধানী কনসেপশিওন, সেখানে সোমবারের সৈন্য সমাবেশের পূর্বেই সেখানে সেনারা রাস্তায় নেমে পড়েছিল, তবে তারা জাতীয় পুলিশ বাহিনী কারাবিনেরোসকে সাহায্য করার জন্য সেখানে কাজ করে যাচ্ছিল।Daerah Bio-Bio, di mana Concepción adalah pusat kota, menempatkan satuan keamanan di jalanan sebelum pengerahan pasukan hari Senin, tapi satuan ini ditempatkan untuk mendukung Carabineros, polisi nasional Chili.
29এলাকার পরিস্থিতি আরো অবনতির দিকে যেতে থাকার ফলে হিগিনেস, মুলে, বিও-বিও এবং আরুয়াকানিয়া অঞ্চলে সোমবার বিকেলে ১০,০০০ সেনার একটি দল পাঠানো হয়; কেবল কনসেপশিওনে হাজার খানেক সৈন্য পাঠানো হয়।Pengerahan pasukan sebanyak 10.000 orang dikarenakan situasi yang memburuk di daerah O'Higgins, Maule, Bio-Bio, dan Araucania pada Senin sore; ribuan pasukan dikerahkan hanya untuk Concepción.
30এ ছাড়াও সোমবার রাত ৮ থেকে ১২ টার মধ্যে সান্ধ্য আইনের পরিধি বাড়ানো হয় [স্প্যানিশ ভাষায়]।Jam malam juga diperpanjang dari jam 20.00 sampai 24.00 [es] pada hari Senin malam.
31সেদিনের শুরুতে মেয়র বা পৌরপিতা জ্যাকুলিন ভ্যান রেসেলবার্গ আরো সৈন্য পাঠানোর আহ্বান জানান এবং অভিযোগ করেন যে, “ইতোমধ্যে মূল্যবান ২৪ ঘন্টা নষ্ট হয়ে গেছে”। ভদ্রমহিলা চিলির স্বরাষ্ট্রমন্ত্রী এডমন্ড পেরেজ-ইয়োমাকে বলনে, তাকে কনসেপিশোনের পরিস্থিতিতে আরো দায়িত্বশীল হতে হবে [স্প্যানিশ ভাষায়]।Pada pagi hari, permintaan dari Walikota Jacqueline van Rysselberghe untuk mengirimkan lebih banyak personel militer dan keluhannya “24 jam yang sia-sia” Ia meminta Edmundo Perez-Yoma, Menteri Dalam Negeri Chili, untuk bertanggungjawab [es] terhadap situasi di Concepción.
32কনসেপশিওনের মেয়রের এই আহ্বান উপেক্ষিত হয়নি, কিন্তু অনেক চিলিবাসী অনুভব করছে যে তার এই প্রতিক্রিয়া ছিল ত্রাণ প্রচেষ্টা এবং নিরাপত্তার ব্যবস্থার কারণে।Permintaan walikota Concepción tentunya didengar, tapi banyak warga Chili menganggap permintaannya malah memperburuk proses bantuan keamanan dan situasi keamanan.
33এ রকম একজন চিলিবাসী হচ্ছেন কামিলা টিজানডো (@টিজানডো):Seorang warga Chili Camila Tiznado (@is0bel):
34আমি মনে করি জ্যাকুলিন ভ্যান রেসেলবার্গ (কনেসপশিওনের মেয়র) লোকজনকে সাহায্য করার বদলে তাদের শঙ্কিত করে তুলেছে…..Saya merasa Jacqueline Van Rysselberghe (walikota Conce) membuat orang takut ketimbang menolong mereka…
35যদিও সামরিক বাহিনীর রাস্তায় নেমে আসার ব্যাপারটি ঘটেছে প্রকৃতিক বিপর্যয়ের কারণে, তবে এমন অনেক নাগরিক রয়েছেন যারা এভাবে সামরিক বাহিনীর রাস্তায় নেমে পড়ার বিরোধিতা করছে।Meskipun pengerahan satuan keamanan dikirimkan ke jalanan demi alasan situasi pasca gempa, beberapa penduduk kontra terhadap pengerahan ini.
36এলার্টো রোজা [স্প্যানিশ ভাষায়] একটি বাম ধারার ব্লগ, এই ব্লগটি চিলির কমিউনিষ্ট পার্টি এবং অন্য বেশ কয়েকটি বাম দলের সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে এই সেনা নামানোর বিষয়টির সমালোচনা করা হয়েছে:Alerta Roja [es], blog sayap kiri, menerbitkan keterangan pers oleh Partai Komunis Chili dan beberapa organisasi kiri lainnya, yang mengkritisi pengerahan kekuasaan:
37প্রচার মাধ্যম জরুরি অবস্থা জারি করতে চাওয়ার কারণে যে সমস্ত মিথ্যাকে উৎসহিত করেছে, আমরা সেগুলো বাতিল করছি।Kami menolak distorsi yang disorot oleh media dalam hal prioritas kepentingan.
38প্রচার মাধ্যম সুপারমার্কেটের মত ব্যক্তিগত সম্পত্তি রক্ষার অধিকার এবং সেনা বাহিনীর টহলদানের উপর গুরুত্ব প্রদান করছে।
39তারা এটি করছে জনগণের নিরাপত্তার কথা বলে। তারা কার্যকর এবং দক্ষ যোগাযোগ ব্যবস্থা, জনসেবা, এবং আমাদের দেশের নাগরিকদের পুষ্টি প্রদানের ব্যবস্থা পুনরায় চালু করার বদলে, এ সবের কথা বলছে।[Media] menekankan perlindungan hak properti pribadi, supermarket, dan mobilisasi satuan keamanan dengan dalih menjaga keamanan umum, daripada mendorong tanggapan yang efektif dan efisien dalam hal pemulihan keadaan, pelayanan umum, dan asupan nutrisi warga sebangsa yang menderita.
40সান্ধ্য আইন এবং সেনা টহলের উপর এই প্রতিক্রিয়া অনেকগুলোর প্রতিক্রিয়ার মধ্যে একটি, কিন্তু কনসেপশিওন এবং বিও-বিও অঞ্চলের সাধারণ চিলবাসী সেনা টহলের প্রয়োজনীয়তার উপর মতামত প্রদান করেছে (যা নাগরিক প্রচার মাধ্যম থেকে এসেছে)।Reaksi seperti ini terhadap jam malam dan pengerahan pasukan adalah beberapa di antara banyak hal, tapi pendapat umum di antara warga Chili (yang menggunakan media warga) di daerah Concepción dan Bio-Bio mengatakan pengerahan patut dikirimkan.
41সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কনেসশিওপনের বিভিন্ন বাড়িঘরে লুটপাটের খরব ইন্টারনেটে টুইটারের মাধ্যমে আসতে থাকে।Sepanjang Senin malam dan Selasa pagi, laporan penjarahan di rumah-rumah di Concepción terus bermunculan melalui internet.
42ক্যারোলিন টাপিয়া (@ক্যারোলিটাপিয়াজ) বলেন:Di Twitter, Carolina Tapia (@carolinatapiaz) mengatakan:
43আমি খবর পেয়েছি কনসেপশিওন বিশ্ববিদ্যালয়ের কাছের এলাকা বেলাভিস্তা খেলার মাঠের আশেপাশের বাড়িঘরে লুটপাট হচ্ছে, দ্রুত সাহায্যের প্রয়োজন।Komplek Universias Concepción, dekat lapangan olah raga di Bellavista di Concepción, saya mendapat laporan bahwa terjadi penjarahan di rumah-rumah.
44মঙ্গলবার সকালে ক্রিস সান্ডোভাল (@ক্রিস_সান্ডোক) সংবাদ প্রদান করেছেন:Tolong ini darurat
45কনসেপশিওনে ভূমিকম্পের পরে যে কম্পন তৈরি হয়, সে রকম দু'টি কম্পন তৈরি হয়েছে ….Awal Selasa pagi, Cris Sandoval (@Cris_Sandok) melaporkan:
46সান্ধ্য আইন অবশ্যই প্রয়োজনীয় এক পদক্ষেপ, ২ মার্চের ১২. ০০টা পর্যন্ত সান্ধ্য আইন বলবৎ থাকা প্রয়োজন …এখন পর্যন্ত ১২ জন লোককে গ্রেপ্তার করা হয়েছে।Dua gempa susulan di Concepción… jam malam adalah langkah yang dibutuhkan, sampai jam 12:00 tanggal 2 Maret… 12 orang ditahan sampai sekarang
47মনে হচ্ছে যে ভূমিকম্পের পরে এক অনিশ্চিত অবস্থা বিরাজ করছে, আজ রাত পর্যন্ত লুটপাট চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে।Tampaknya keadaan yang tidak pasti yang terjadi pasca gempa susulan, penjarahan dan pelanggaran hukum akan terus berlangsung paling tidak sampai nanti malam.
48যদিও সেনারা আসার পর সেখানকার পরিস্থিতি এবং নিরাপত্তার দ্রুত উন্নতি হয়েছে, তারপরেও শহরটিতে লুটপাট এবং লড়াই চলতে থাকবে যতক্ষণ না সড়ক সংযোগের মাধ্যমে বিশাল পরিমাণ সরবরাহ কনসেপশিওনে প্রবেশ করবে।Meskipun keamanan akan memperketat keamanan dengan cepat, penjarahan dan keributan kecil di antara akan berlangsung sampai akses jalan penghubung yang memungkinkan persediaan (makanan dan minuman) dalam jumlah banyak dibuka untuk memasuki daerah Concepción.