Sentence alignment for gv-ben-20100114-8709.xml (html) - gv-ind-20100122-2705.xml (html)

#benind
1অবতার: আদিবাসী অধিকারের পক্ষে না বিপক্ষে?Avatar: Pro atau Kontra Hak Pribumi?
2জেমস ক্যামেরনের বিস্ময়কর দৃশ্যাবলী সমৃদ্ধ ছবি অবতার (মুক্তি পেয়েছে ২০০৯-এ) একটি বৈজ্ঞানিক কল্প কাহিনী। এই চলচ্চিত্রে পৃথিবীর মানুষ অন্য এক গ্রহকে উপনিবেশ বানানোর ব্যর্থ চেষ্টা করে।Di satu sisi film yang amat memukau dari segi visual besutan sutradara James Cameron Avatar (2009), yang bercerita tentang usaha gagal manusia untuk menduduki planet lain dipandang sebagai perwujudan sikap anti-imperialis, namun di sisi lain film ini mengandung muatan rasisme terhadap masyarakat pribumi.
3এখন সারা বিশ্বে এই চলচ্চিত্রকে ব্যাপকভাবে সাম্রাজ্যবাদ বিরোধী চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে, তবে অন্যরা এই চলচ্চিত্রকে ইতিহাসের প্রথম সবচেয়ে দ্রুত বিলিয়ন (১০০ কোটি) ডলার আয় করা চলচ্চিত্র হিসেবে দেখছে।
4অনেকের কাছে এর উপাদানে আদিবাসী জনগোষ্ঠীর উপর সূক্ষ্ম বর্ণবাদী আচরণ রয়েছে।
5টেলিগ্রাফের ব্লগার উইল হ্যাভেন সাধারণত যুক্তরাজ্যে রাজনীতি, ইন্টারনেট এবং ধর্ম নিয়ে লেখেন।Narablog Telegraph Will Heaven, yang biasanya menulis artikel tentang politik, internet dan agama di Inggris Raya, menilai film ini mengandung rasisme dan arogansi sayap-kiri negara Barat:
6তিনি এই চলচ্চিত্রে উপর অভিযোগ এনেছেন যে, এটি বর্ণবাদ এবং পশ্চিমা বাম ধারার উগ্রতা প্রদর্শন করছে:
7আমি এর গল্পটাকে নষ্ট করতে চাই না, কিন্তু এখানে এর মূল বিষয়টি হচ্ছে: একদল ভাড়াটে সৈনিক, যারা আসলে মানুষ, তারা প্যান্ডেরা নামে পৃথিবী থেকে দুরের এক গ্রহকে উপনিবেশ বানাতে চায় কারণ সেখানে এক অতি মূল্যবান খনিজ পদার্থ পাওয়া যায়।
8প্যান্ডোরার স্থানীয় বাসিন্দারা আকারে লম্বা, নীল চামড়ার এক ভিন্ন প্রজাতির প্রাণী। এদের নাম না'ভি।Saya tidak akan membocorkan ceritanya, tapi begini inti ceritanya: sekelompok tentara sewaan menduduki planet antah-berantah bernama Pandora untuk mengambil kandungan mineral paling berharga yang pernah ditemukan di planet tersebut.
9তারা যে এলাকায় থাকে তার ঠিক উপরে খনির অবস্থান। না'ভিরা সেই এলাকা ছেড়ে অন্য এলাকায় বাস করতে চায় না।“Suku” Pandora - ras yang bertubuh tinggi, berkulit biru yang bernama Na'Vi - tinggal di area yang menjadi target penambangan.
10কাজেই মানবজাতি তাদের উপর আক্রমণ চালায়। […]Mereka tidak mau pindah, oleh sebab itu manusia menyerang. […]
11অবতারের বিষয়বস্তুর ক্ষেত্রে সবচেয়ে অবজ্ঞা যাকে ঘিরে চলে, সে এর নায়ক।
12এক অক্ষম তরুণ আমেরিকান, যার নাম সালী। চলচ্চিত্রে এই চরিত্রটিতে অভিনয় করেছে সাম ওরর্দিংটন।Sejauh ini, tema paling tercela dalam Avatar adalah sang pahlawan, seorang pemuda penyandang cacat asal Amerika bernama Jake Sully, diperankan oleh Sam Worthington.
13না'ভিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আগে সালীকে তাদের কাছে পাঠানো হয় (নীল চামড়ার এক অবতার হিসেবে)।Sebelum manusia menyatakan perang dengan masyarakat Na'Vi, Sully dikirim ke sana (dalam bentuk avatar berkulit biru) sebagai usaha terakhir untuk meraih kesepakatan diplomatis.
14কূটনৈতিক ভাবে এই সমস্যা সমাধানের শেষ চেষ্টা হিসেবে তাকে সেখানে পাঠানো হয়।Namun, oh lihatlah, ia membaur dengan mereka - sangat bersimpati dengan keadaan mereka sehingga ia memutuskan untuk memimpin mereka berperang melawan manusia.
15কিন্তু বিস্ময়করভাবে, সে তাদের দলের একজন হয়ে যায়। তাদের দুর্দশায়, সে তাদের প্রতি এতটা সহানুভূতিশীল হয় যে, মানুষের বিরুদ্ধে যুদ্ধে সে তাদের পক্ষে নেতৃত্ব দিতে থাকে।Dan dalam hal arogansi sayap-kiri, film ini sungguh melampaui film lain: etnis Na'vi, seperti diceritakan di film, membutuhkan seorang kulit putih untuk menyelamatkan mereka karena, sebagai ras yang kurang maju, mereka tidak sepintar dan sekuat musuh mereka.
16যেমনটা বাম ধরার আত্ম দর্পী চিন্তা এগুতে থাকে, এটাই অন্য সব কিছু ছাড়িয়ে সবার উপরে অবস্থান নেয়।
17চলচ্চিত্র দেখায়, আদিবাসী না'ভি গোষ্ঠীর নিজেদের উদ্ধার করার জন্য একজন সাদা চামড়ার মানুষের দরকার হয়ে পড়ে, কারণ কম উন্নত প্রজাতি হিসেবে তাদের বুদ্ধিমত্তা ও বীরোচিত ধৈর্যের ঘাটতি রয়েছে।
18তাদের এই ঘাটতি দেখা দেয় নিজেদের এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে। অসহায় স্থানীয় আদিবাসী।Suku tak berdaya ini, dengan kata lain, harus bergantung pada seorang kulit putih untuk memimpin mereka keluar dari bahaya.
19অন্য কথায় বলা যায় তাদের অবশ্যই বিপদ থেকে রক্ষা পাবার জন্য সাদা মানুষের নেতৃত্ব গ্রহণ করতে হবে।
20ফ্লোরিডা ভিত্তিক এক ব্লগার থিঙ্কিং ফর ইউ। তিনি এই বিষয়ে একমত:Thinking for You, narablog yang tinggal di Florida, sependapat:
21আমাকে এটাই ধাক্কা দিয়েছে যে দর্শকদের অনেকেই শত্রু হিসেবে যুক্তরাষ্টের সামরিক বাহিনীর সহযোগিতা এবং রঙ্গব্যঙ্গ মেনে নেয়।
22তারা আক্ষরিক অর্থে করতালির মাধ্যমে আক্রমণকারী বাহিনীর ধ্বংস সাধনকে অভিনন্দন জানায়, কিন্তু সম্ভবত এই রসিকতা আমার উপর করা হয়েছে, কারণ সামরিক বাহিনীর প্রতিনিধিত্বকারীদের হারার ব্যাপারটা কেবল ধারণা মাত্র।
23এবং অবশিষ্ট অংশের সাথে দৃশ্যমান যে বাণী প্রদান করা হয়, তা হল প্রকৃতি এবং সংস্কৃতির ভাগ্য, সঠিক কর্ম বা ন্যায়বিচারের উপর নির্ভর করে না।
24এমনকি ভেতরের শক্তি দিয়ে তাকে পাওয়া যায় না, তার বদলে এই ভাগ্য নির্ভর করে ইঙ্গ-মার্কিন ও পৌরুষের প্রতীক যুক্তরাষ্ট্রে মেরিন বা নৌসেনার হাতে।
25আপনি ঘাতক বাণিজ্যিক কোন প্রতিষ্ঠান অথবা নিরপরাধ নীল চামড়ার আদিবাসী যেই হন না কেন, ইঙ্গ-মার্কিন পুরুষ নৌসেনা ছাড়া আপনি যুদ্ধে জয়লাভ করতে পারবেন না।
26সকল কিছুই এক ঘটনা মাত্র এবং প্রতিরোধ করার চেষ্টা বৃথা।
27দি ফায়ার কালেকটিভ: ফাইট ইম্পেরিয়ালিজম, রিথিঙ্ক, এন্ড এক্সপেরিমেন্ট, নামক ব্লগে লেখেন এরিক রিবেলারসি।
28তিনি এ ব্যাপারে ভিন্নমত পোষণ করেন:
29আমি এই চলচ্চিত্রটিকে সূক্ষ্ম এবং সুন্দর এক চলচ্চিত্র হিসেবে আবিষ্কার করেছি, যা এক উচ্চমানের সাদা চামড়ার সৈনিকের গল্প বলে।
30সাম্রাজ্যবাদের এক পটভূমিতে এই সৈনিক এক আদিবাসী জাতিকে (না'ভিদের) শোষণ এবং দমন করতে যায়।Saya terkejut bahwa banyak penonton menganggap perusahaan dan karikatur militer AS sebagai musuh, dan mereka bertepuk tangan ketika keduanya diserang.
31কিন্তু এই জাতির সংস্পর্শে এসে নিজেই বদলে যায় এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করে।
32আদিবাসী ব্লগার মিন্দানাওয়ান'স ন্যারেটিভস অবতার নামক চলচ্চিত্রটিকে দেখছেন যে কোন এক্টিভিস্টের “স্বপ্নের ছবি” হিসেবে। ভদ্রমহিলা তার মাতৃভূমি ফিলইপাইনসের মত সমস্যাকে তুলে ধরা চলচ্চিত্র হিসেবে একে দেখছেন:Tapi mungkin sayalah yang bodoh, karena gambaran kekalahan angkatan bersenjata hanyalah kepura-puraan, dan isi pesan yang terpateri dalam benak penonton adalah bahwa nasib alam dan peradaban bergantung tidak kepada hak, keadilan, atau bahkan kekuatan batiniah, tapi pada perkelahian dan campur tangan dari sosok pria, marinir AS, dari ras Anglo.
33এই চলচ্চিত্র মিন্দানাও-এর পশ্চাৎভূমির আদিবাসী এবং গ্রাম্য বাসিন্দারা যে সব সমস্যার মধ্যে বাস করছে তার এক প্রতিফলন।
34খনি খনন করা এবং অন্য সব ‘উন্নয়ন প্রকল্পের” সাথে সামরিকীকরণের এক সংযুক্ততা রয়েছে এবং মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে; আদিবাসীদের দিয়ে আদিবাসীদের উৎখাত করা হচ্ছে।
35যুক্তরাষ্ট্রের জর্জিয়া ভিত্তিক ব্লগ জর্ডান পস ব্লগ। এই চলচ্চিত্রের ব্যাপারে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে:Tak ada bedanya, entah kalian perusahaan besar penjarah atau pribumi biru yang pemberani, kemenangan tidak bisa diraih tanpa seorang marinir pria ras Anglo di sisimu.
36না'ভিদের হিসেবের সাথে আদিবাসী আমেরিকানদের হিসেব মেলানো এক লজ্জাহীন এবং থুতু গিলে ফেলার মত বিষয়??।
37এর কারণ আমি মনে করি, তারা যে কোন কিছুকে ইন্ডিয়ান নামক আমেরিকান আদিবাসীদের বিশুদ্ধ অভিজ্ঞতার সাথে মেশাতে চায়, তার বদলে পুরো চলচ্চিত্রটি অরুচিকর এবং বিরক্তিকর।
38না'ভিরা এতটা সাধু এবং পৃথিবীর দমন এতটা শয়তানীপূর্ণ যে, তা দেখে আমার বমি চলে আসে।
39এটা গল্প বলা নয়। এটা ধর্মপ্রচার এবং এটা খুব খোঁড়া এক হিতোপদেশ।Faktor lain hanyalah kebetulan, dan perlawanan tak lebih dari kesia-siaan.
40আবিগাইল নুসবাউন ইজরায়েলে বাস করা এক ব্লগার যার ব্লগের নাম আসকিং দি রং কোশ্চেন।
41তিনি মনে করেন না যে, এই চলচ্চিত্রটি আদিবাসীদের আবেগপূর্ণ ভাবে তুলে ধরেছে:
42যখন এই চলচ্চিত্রের প্রোডাকশান ডিজাইনার ব্যাখ্যা করেন যে, এই চলচ্চিত্রে নীল চামড়ার ভিন্ন প্রাণীর সৃষ্টির ধারণা অবচেতনভাবে চলচ্চিত্রকার মুক্ত করে দেন।
43একটা গল্প বলার ক্ষেত্রে এটাকে হয়তো বর্ণবাদী চিন্তাধারা মনে হতে পারে।Eric Ribellarsi, menulis blog The Fire Collective: Fight Imperialism, Rethink and Experiment, tidak sependapat:
44যদি তা মানবের বেলায় বলা হয়ে থাকে, তা হলে যা বলা হয়েছে, তাতে কোন সমস্যা নেই। সেক্ষেত্রে এই বাস্তবতা সত্ত্বেও কোন সমস্যা নেই এই কারণে যে, এই ভিন্ন প্রজাতির প্রাণীদের সাথে পরিচিত আমেরিকান আদিবাসীদের পার্থক্য কেবল নীল চামড়ায়।Menurut saya film ini kaya nuansa dan indah, menceritakan tentang seorang tentara elitis kulit putih dengan latar belakang imperialisme yang bertugas untuk mengeksploitasi dan menindas bangsa alien pribumi (Na'vi), namun ia justru diubahkan oleh mereka dan memenangkan pertarungan bersenjata melawan imperialisme bersama mereka (bangsa Na'vi).
45এক বিনীত ব্লগারের এর সাথে আর কি যুক্ত করার রয়েছে?Narablog pribumi twitter facebook reddit googleplus Email