Sentence alignment for gv-ben-20150210-47111.xml (html) - gv-ind-20150210-5514.xml (html)

#benind
1আপনার কম্পিউটার বা মোবাইল থেকেই ঢাকা ও চট্টগ্রামের রাস্তায় ভ্রমণের অভিজ্ঞতা দেবে গুগল স্ট্রিট ভিউJelajahi Bangladesh Melalui Komputer Anda, Terima Kasih Google Street View
2ঢাকায় গুগল স্ট্রিট ভিউ গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন।Peluncuran formal dari Google Streetview Car di Bangladesh.
3ছবি রেজওয়ানের সৌজন্যে (৯/২/২০১৩)Gambar oleh Rezwan.
4স্মার্টফোন বা কম্পিউটারে বসে যে কেউ এখন গুগল ম্যাপে গিয়ে ঢাকা ও চট্রগ্রামের রাস্তা ও নির্দিষ্ট স্থানগুলোর ছবি দেখতে পারবেন কারণ গত ৫ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশে চালু হয়েছে গুগল স্ট্রিট ভিউ।(9/2/2013) Masyarakat dari seluruh dunia sekarang dapat menjelajahi Bangladesh melalui smartphone atau PC dengan diluncurkannya layanan Google Street View di negara Asia Selatan tersebut pada 5 Februari 2015.
5এ ছাড়াও দেশের ৪০টি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক এবং পর্যটনের জন্যে উল্লেখযোগ্য স্থানের প্যানোরামা ছবি গুগল স্ট্রিট ভিউতে পাওয়া যাবে।Semua dapat berkelana di ruas jalan di Dhaka dan Chittagong - dua kota terbesar di Bangladesh - atau mengeksplor panorama digital dari 40 tempat historis, pusaka, dan situs wisata terpenting di Bangladesh dalam Google Maps.
6বর্তমানে সারাবিশ্বের বেশ কটি দেশে গুগল স্ট্রিট ভিউ সুবিধা দিচ্ছে গুগল যা ২০০৭ সালের মে মাসে চালু হয়েছিল। বাংলাদেশে এ তালিকায় যুক্ত হয়েছে ৬৫তম হিসেবে।Street View Bangladesh dibuat dalam waktu 1 tahun - pada 14 Februari 2013, Google Street View Car memulai perjalanannya dari Uttara di Dhaka.
7২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার উত্তরা থেকে যাত্রা শুরু করে গুগলের স্ট্রিট ভিউ গাড়ি চিত্রগ্রহণের জন্যে।Negara ini menjadi yang ke-65 yang memiliki layanan Google ini, yang diluncurkan pertama kali pada bulan Mei 2007.
8গুগল এবং ইউএনডিপি ও ইউএসএইডের সহায়তায় পরিচালিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের সহযোগিতার ফলে গুগল স্ট্রিট ভিউ বাংলাদেশে চালু হয়েছে।Street View di Bangladesh merupakan hasil dari kolaborasi antara Google dan program Access to Information (Akses untuk Informasi, A2I) di kantor Perdana Menteri Bangladesh, didukung pula oleh United Nations Development Programme (UNDP) dan US Agency for International Development.
9গুগল স্ট্রিট ভিউতে জাতীয় সংসদ ভবনGedung Parlemen Bangladesh di Google Street View
10গুগল স্ট্রিট ভিউ এমন একটি প্রযুক্তি সুবিধা যার মাধ্যমে গুগল ম্যাপস এবং গুগল আর্থে প্যানারোমিক ভিউতে ছবি দেখার পাশাপাশি বিশ্বের যে কোন নির্দিষ্ট রাস্তার পূর্ণাঙ্গ চিত্র দেখা যাবে।Google Street View adalah teknologi yang terdapat dalam Google Maps untuk menampilkan gambar-gambar keadaan jalan yang disatukan menjadi sebuah gambar panorama berkualitas tinggi dengan sudut pandang 360 derajat.
11মূলত গুগলের একটি গাড়ি বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় গিয়ে উক্ত স্থানের ছবি তোলে।Kebanyakan fotonya dihasilkan dari Google Street View Car, sebagian lainnya berasal dari pejalan kaki, sepeda roda tiga, dan aparat bawah air.
12এ জন্য বিশেষ ভাবে তৈরি গাড়িটিতে রয়েছে প্যানোরোমা সুবিধার ছবি তোলার জন্য ৯টি ক্যামেরা যেটি ৩৬০ ডিগ্রি ভিউতে ছবি তুলতে পারে।Street View Car memiliki sembilan kamera, GPS, dan teknologi laser yang dapat merekam jarak antara kamera dan pemandangan itu sendiri.
13সঙ্গে থাকে বিশেষ লেজার ও জিপিএস সুবিধা যেটি ছবি তোলার সঙ্গে সঙ্গে যেখান থেকে ছবি তোলা হলো সেখান থেকে ছবি তোলার স্থানটির দূরুত্ব কতটুকু সেটি নির্ধারন করে দেয়।Gambar-gambar yang didapat kemudian diproses dan info-info personal (wajah, plat nomor, dll. ) di kaburkan (blur), lalu gambar-gambarnya dimasukkan ke layanan Google Maps.
14নির্দিষ্ট একটি এলাকার ছবি তোলা শেষে ছবি উক্ত স্থানের তথ্য সংগ্রহ, মানুষের মুখের ছবি, নাম্বার প্লেট ঘোলা করে দেয়া ইত্যাদি একাধিক মান নিয়ন্ত্রন শেষে যুক্ত হয় গুগল ম্যাপসে।
15গুগল স্ট্রীট ভিউ গাড়ির কাজ শেষ।Mobil #StreetView berhenti bermain.
16বাংলাদেশকে আমাদের দলে স্বাগতম ।Selamat datang kedalam tim, #Bangladesh!
17গুগল স্ট্রিট ভিউ বাংলাদেশে চালু হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মতামত দিয়েছেন।Banyak warga Bangladesh yang membagikan reaksi mereka terhadap peluncuran tersebut di media sosial.
18এর মধ্যে কয়েকটি তুলে ধরা হলো: একটি সফটওয়্যার কোম্পানির প্রধান পাভেল সারওয়ার ফেসবুকে জানিয়েছেন:Pavel Sarwar, CEO sebuah startup piranti lunak di Bangladesh, berbagi foto berbau humor dibawah ini di akun Facebook dengan tulisan: Many Bangladeshis shared their reactions to the launch on social media.
19#GoogleStreetView এ নিজের লুঙ্গি দেখে খুবই মজা পাইলাম।। কয় ঘন্টা ধইরা ঢাকার রাস্তার স্ট্রিটভিউ দেখতেছিলাম!Pavel Sarwar, CEO of a software startup in Bangladesh, posted a humorous photo on Facebook with the caption:
20বাসার সামনের রাস্তা দিয়া হাইটা আসলাম।Geli melihat lungi milikku [pakaian menyerupai sarung] di #GoogleStreetView
21মোবাইলে গুগলের স্ট্রিটভিউ দিয়া!Foto oleh pengguna Facebook: Pavel Sarwar.
22মাথা নষ্ট ম্যান!Sejenak saya menjelajahi jalanan Dhaka.
23‪# ThankYouGoogle‬ ‪# GoogleMap‬ ‪# StreetView‬ ‪# Dhaka‬ ‪# Bangladesh‬ ‪# গুগল‬ ‪# Google‬ ‪# GoogleEarth‬ তাফসির ফেসবুকে লিখেছেন:Menggunakan Google Street View di ponsel dan saya berjalan menyeberangi jalanan depan rumah.
24Street View দেখার লোভ সামলাতে না পেরে এখন মোবাইলের মাধ্যমেই দেখছি!Benar-benar keren! Tafsier bergurau dan memposting sebuah foto:
25নিজের এলাকার ছবি দেখতে গিয়ে এ কি দেখলাম!Saya melihat Street View di ponsel saya.
26তামযিদ ফারহান মগ্ন গুগল স্ট্রিট ভিউর ছবিগুলো দিয়ে ঢাকা শহরের একটি হাইপারল্যাপ্স ভিডিও বানিয়েছেনঃTapi apa yang baru saja saya lihat? #StreetView #GoogleMaps
27Dhaka Hyperlapse from Tamzid Farhan Mogno on Vimeo.Foto oleh pengguna Facebook: Tafsir
28ডেইলি স্টারের একটি উপসম্পাদকীয়তে এটুআই প্রকল্পের পলিসি এডভাইজার আনির চৌধুরি বলেছেন কিভাবে গুগুল স্ট্রিট ভিউ বাংলাদেশে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে, বিশেষ করে পর্যটন বাড়ানো, বিদেশি বিনিয়োগ প্রাপ্তি এবং আরও অনেক উপায়েঃTamzid Farhan Mogno membuat sebuah video hyperlapse Kota Dhaka menggunakan gambar-gambar dari Google Street View: Dalam sebuah op-ed (opini editorial) di Daily Star, Anir Chowdhury, penasihat kebijakan dari proyek Access To Information (Akses kepada Informasi), mendeskripsikan bagaimana Google Street View bisa membuat kesempatan baru bagi Bangladesh dalam hal meningkatkan sektor pariwisata dan menarik investasi asing:
29গুগল ম্যাপ এবং স্ট্রিট ভিউ আমাদের দেশের ক্ষুদ্র ও মধ্যম বাণিজ্যগুলোকে অনলাইনে তুলে ধরতে সাহায্য করবে এবং ওয়েবে তাদের অবস্থান সুদৃঢ় করবে।Google Maps dan Street View akan memainkan peranan kunci disaat usaha kecil dan menengah mulai online dan meningkatkan kehadiran situsnya. [..]
30[..] বাংলাদেশ ও বিশ্বের অনেক দেশের শিক্ষকরা এইসব চিত্র দিয়ে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ভুগল, স্থাপত্য এবং স্থানীয় শিল্প সম্পর্কে ছাত্রছাত্রীদের জানাতে পারবেন।Guru-guru di Bangladesh dan di seluruh dunia dapat menggunakan gambar-gambar tersebut dalam pelajaran mengenai budaya, sejarah, geografi, arsitektur, dan bisnis-bisnis lokal.
31ছাত্রছাত্রীরা দেশের অনেক যায়গায় ভ্রমণ করতে পারবে যা হয়ত তাদের জন্যে অসম্ভব ছিল।Para pelajar dapat melihat bagian dari negaranya yang belum pernah mereka lihat secara langsung karena mungkin mereka belum mendapat kesempatan tersebut selama ini.
32স্ট্রিট ভিউ প্রযুক্তি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক কাজে দিবে।Teknologi Street View juga dapat memainkan peranan kunci dalam inovasi strategi penanggulangan krisis Bangladesh dengan cara mengkaji lokasi dimana bencana alam terjadi.