Sentence alignment for gv-ben-20150302-47413.xml (html) - gv-ind-20150223-5582.xml (html)

#benind
1নারী শিক্ষার্থীর নৃশংস মৃত্যু, তুরস্ক জুড়ে শোকের ছায়া
2২০ বছর বয়সী অজ্জিকেন আসলানের ছবি।Turki Berduka Atas Kematian Brutal Seorang Mahasiswi Muda
3তুরস্কের মার্সিনে তাকে অপহরণের পর হত্যা করা হয়। ছবিটি ব্যাপক আকারে শেয়ার হয়।Foto Ozgecan Aslan, usia 20 tahun yang diculik dan dibunuh di Mersin, Turki, foto dari berbagai sumber.
4বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২০ বছর বয়সী অজ্জিকেন আসলান ফেব্রুয়ারির ১১ তারিখে নিখোঁজ হয়েছিলেন।Turki terguncang setelah ditemukannya di dasar sungai hari Jumat silam, jenazah hangus seorang mahasiswi berusia 20 tahun, Ozgecan Aslan, yang hilang sejak 11 Februari.
5ফেব্রুয়ারির ১৩ তারিখ, শুক্রবারে নদীর পাড়ে তার মৃতদেহ পাওয়া যায়।
6২৬ বছর বয়সী একজন বাস চালক তাকে হত্যার কথা স্বীকার করেছে।Seorang pengemudi bis berumur 26 tahun mengakui perbuatan kejinya.
7সুফি আলটিনদোকেন নামের ওই বাস চালকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।Suphi Altindoken, sekarang menghadapi dakwaan hukuman mati, ia dulu seharusnya bertugas untuk mengantar sang korban pulang ke rumah.
8ধারণা করা হচ্ছে মেয়েটি ওই বাস চালকের গাড়িতে করে বাড়ি ফিরছিল।Menurut testimoninya, dia terlebih dahulu mencoba untuk memperkosa Aslan, dan ketika sang korban menolak dan melawan balik, ia menikam Aslan hingga tewas.
9বাস চালকের জবানবন্দি অনুযায়ী, প্রথমে সে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মেয়েটি বাধা দেয়।Setelah serangan tersebut, Altindoken, ayah pelaku yang berumur 50 tahun, dan temannya Fatih Gökce, membakar tubuh korban untuk menghilangkan bukti.
10একপর্যায়ে, তাকে ছুরিকাঘাত করে।Kekerasan terhadap perempuan, setiap hari
11এতে মেয়েটি মারা যায়। হত্যা করার পরে আলামত ধ্বংস করার জন্য আলটিনদোকেন, তার বাবা এবং বন্ধু ফাতিহ গোকি মিলে লাশটি পুড়িয়ে ফেলে।Di negara dimana kekerasan terhadap perempuan telah menjadi rutinitas yang mengkhawatirkan, kematian malang, brutal, dan tidak manusiawi dari seorang wanita belia telah menyebabkan lonjakan kemarahan publik.
12নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা প্রতিদিনই ঘটছে তুরস্কে নারীর বিরুদ্ধে সহিংসতা যেন প্রাত্যহিক রুটিনে পরিণত হয়েছে।Sejak tubuh Aslan ditemukan, ribuan orang dari seluruh penjuru Turki berkumpul dan menuntut keadilan atas kematiannya dan menuntut akhir dari kekerasan terhadap perempuan di negara tersebut.
13তবে একজন অল্প বয়সী নারীর এমন দু:খজনক হত্যাকাণ্ডে দেশজুড়ে আলোড়ন তুলেছে।Sebuah foto yang memperlihatkan pergerakan solidaritas untuk Aslan di salah satu kota pesisir Laut Hitam, Trabzon, menyoroti sejauh mana tingkat mobilisasi publik atas kematiannya:
14সাধারণ জনতা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।Di Trabzon, ribuan orang tumpah ruah di jalanan untuk Ozgecan Aslan.
15যখন আসলানের লাশ পাওয়া গেল, তখন হাজার হাজার জনতা ন্যায় বিচারের দাবিতে এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন।
16আসলানের নৃশংস মৃত্যুর খবর শুনে ট্র্যাবজোন শহরে হাজারো জনতা রাস্তায় নেমে এসেছিলেন।Di media sosial, netizen menggunakan tagar #OzgecanAslan, #Ozgecanicinsiyahgiy [gunakan (pakaian) hitam untuk Ozgecan] ketika mendiskusikan kasus Aslan.
17সেই সংক্ষুব্ধ জনতার ছবি রইলো নিচে:Bisakah anda berdiri bersama kami?
18অজ্জিকেন আসলানের জন্য ট্র্যবজোনের হাজারো জনতা রাস্তায় নেমেছে।
19আসলানের ঘটনার আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা #অজ্জিকেনআসলান, অজ্জিকেনের জন্য কালো কাপড় পরিধান করুন হ্যাশট্যাগ ব্যবহার করেন।
20আপনি কি আমাদের সাথে রাস্তায় নামতে চান?Pakai (pakaian) HITAM untuk #ÖzgecanAslan pada 16 FEBRUARI !!!
21তাহলে ফেব্রুয়ারির ১৬ তারিখে #অজ্জিকেনআসলান-এর জন্য কালো কাপড় পরে আসুন।Daripada mengajarkan para wanita bagaimana cara untuk berteriak, ajarkan para pria bagaimana cara untuk berperilaku #ÖzgecanAslan #OzgecanİcinSiyahGiy
22নারীদের কীভাবে প্রতিবাদ করতে হবে তা না শিখিয়ে পুরুষদের কীভাবে আচরণ করতে হয় তা শেখান।
23#অজ্জিকেনআসলান #Ozgecanicinsiyahgiy.Cerita tanpa akhir yang terlihat
24সীমাহীন অন্ধকারের গল্প আসলানের নৃশংস হত্যাকাণ্ড তুরস্কে একটি হ্যাশট্যাগের জন্ম দেয়।Aksi pembunuhan tersebut juga memproduksi sebuah tagar #sendeanlat (ceritakan juga kisahmu) untuk mengumpulkan pengalaman para wanita akan pelecehan dan kekerasan.
25সেটা হলো: আপনার গল্পও বলুন।Pencarian di Twitter menghasilkan ribuan respon:
26এটার মাধ্যমে তুরস্কের নারী জীবনের সহিংস অভিজ্ঞতার বয়ান উঠে আসে। টুইটারে পাওয়া কয়েকটি অভিজ্ঞতার বয়ান শুনুন তাহলে:Saya merasa tidak enak ketika saya menyadari bahwa saya satu-satunya perempuan dalam minibus, bis, atau dolmus [jenis angkutan umum] larut malam #sendeanlat.
27রাতের বেলায় বাসে, মিনিবাসে কিংবা ডুলমাসে (এক ধরনের গণপরিবহন) যখন নিজেকে একা আবিস্কার করি, তখন খুব নিরাপত্তাহীনতায় ভুগি। #sendeanlat.Bagaimana dengan pria-pria di dalam mobil yang mendekati anda sementara anda menunggu di halte bis atau menunggu taksi di pinggir jalan?
28বাস স্টপেজে কিংবা রাস্তায় আপনি যখন গাড়ির অপেক্ষায় থাকেন, তখন কোনো পুরুষ আপনার মনোযোগ আকর্ষণের চেষ্টা করলে কেমন লাগে?
29#sendeanlat#sendeanlat
30নিজের নির্যাতনের শিকার হওয়ার গল্প বলার পর মানসিক নির্যাতন পদ্ধতি প্রয়োগ করা হয়: তুমি এটা করতে পারো না, তুমি দূর্বল ইত্যাদি।
31এই হ্যাশট্যাগের অধীনে কিছু লেখার বিষয় চিন্তা করলাম।#sendeanlat lalu kemudian ada metode pelecehan psikologis: ‘kamu tidak bisa melakukannya', ‘kamu lemah', dll.
32পরে কল্পনায় দেখতে পেলাম, যা টুইট করতে চাই, তা পোস্ট না করে ডিলিট করে দিয়েছি।Pikirkan tentang hal-hal yang tertulis didalam tagar ini, lalu bayangkan tweets yang dihapus tanpa dikirim.
33সহিংসতার গল্প বলা সম্ভব নয়।Ini mustahil untuk digambarkan.
34#sendeanlat#sendeanlat
35সুশীল সমাজ প্রায়ই নারীর প্রতি সহিংসতা ও লিঙ্গ সমতা নিয়ে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এবং ক্ষমতাসীন জাস্টিস পার্টির সমালোচনা করে থাকে।Para pejabat negara dan anggota dari partai konservatif AKP (Keadilan) seringkali dikritisi oleh masyarakat atas lemahnya sikap mereka atas kekerasan terhadap perempuan dan kesetaraan gender.
36যদিও ফেব্রুয়ারির ১৫ তারিখে আনাতায়ায় আসলানের আয়োজিত সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী আহমেত ডাভুতোগলু বলেছেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার তিনি তাই নিবেন।Meskipun Perdana Menteri Ahmet Davutoglu berkata bahwa ia akan melakukan “apapun yang diperlukan” untuk menghentikan kekerasan terhadap perempuan ketika ia turut ambil bagian dalam gerakan untuk Aslan di Antalya pada 15 Februari, sejauh ini pemerintah belum menetapkan proposal konkrit untuk menyelesaikan permasalahan tersebut.
37যদিও এই সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে সরকার এখন পর্যন্ত যুক্তিযুক্ত প্রস্তাব পেশ করেনি।Di tengah minimnya ide-ide dari pihak pejabat negara, tokoh-tokoh masyarakat contohnya seorang dosen universitas Nurullah Ardic memberikan suaranya dalam perdebatan.
38রাষ্ট্রের মধ্যে আইডিয়ার অভাব থাকলেও নুরুল্লাহ আরডিকের মতো বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলোচনায় যোগ দিয়েছেন।Namun gagasan Ardic yaitu ‘bus merah muda' - transportasi umum berkode warna yang hanya diperuntukkan bagi perempuan - tampaknya hanya akan menjadi ajang pameran daripada menyesaikan akar permasalahan gender didalam masyarakat Turki.
39তবে আরডিকের নারীদের জন্য সংরক্ষিত গোলাপি বাসের ধারণা তুর্কি সংস্কৃতির গভীরে প্রোথিত লিঙ্গীয় কুসংস্কার সমাধানে কোনো ভূমিকা রাখবে না।