Sentence alignment for gv-ben-20100209-9205.xml (html) - gv-ind-20100201-2915.xml (html)

#benind
1চীন: আমেরিকান ইন্টারনেট সেন্সরশীপ দ্বারা হুমকিপ্রাপ্তCina: Ancaman dari sensor Internet Amerika
2আমেরিকান স্বরাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন এর ইন্টারনেটে স্বাধীনতা বিষয়ক ভাষণের মাত্র কয়েকদিন পর উন্মুক্ত সোর্স কোড রিপোজিটরী (তথ্যভান্ডার) সোর্সফোর্জ. নেট (SourceForge.net) কিউবা, ইরান, উত্তর কোরিয়া, সুদান ও সিরিয়ার আইপি এড্রেসগুলোর থেকে ব্যবহারকারীদের প্রবেশ বন্ধ করে।Hanya beberapa hari setelah pidato Menteri Luar Negeri Amerika, Hillary Clinton, tentang kebebasan Internet, repositori kode sumber sumber terbuka SourceForge.net memblokir akses alamat IP yang berasal dari Kuba, Iran, Korea Utara, Sudan, dan Suriah.
3সোর্সফোর্জ তাদের কাজের যথার্থতা প্রমান করতে চাইছে এই বলে যে তারা শুধু আমেরিকান আইন মানছে।SourceForge beralasan bahwa tindakan mereka hanyalah untuk mengikuti hukum Amerika.
4ঠিক এই প্রকারের যুক্তিই চাইনিজ সরকারের মুখপাত্র তুলে ধরেন যখন তাদের দেশের ইন্টারনেট স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা হয়।Alasan serupa juga telah dikemukakan juru bicara pemerintah Cina sewaktu ditanya mengenai sensor Internet negara mereka.
5সোর্সফোর্জ চীন থেকে সেন্সর করা হয়েছে আগে থেকেই।SourceForge sudah pernah diblokir oleh Cina sebelumnya.
6নতুন আমেরিকান ফায়ারওয়াল সম্পর্কে শোনার পর কিছু চীনা কোডাররা ভাবতে শুরু করেছে যদি আরেক পাশ থেকেও এখন তাদের প্রবেশ বন্ধ করা হয় তবে কি করতে পারে তারা।Sewaktu mendengar kabar tentang Tembok Api Raksasa Amerika baru ini, beberapa pemrogram Cina berpikir bahwa sekarang saatnya mereka juga diblokir dari sisi lain dan apa yang dapat mereka lakukan terhadapnya.
7ছবিটি উইলিয়াম লোনের মুনলাইট ব্লগ থেকে।Foto dari blog Moonlight milik William Lone.
8খবরটি বের হবার দিন, সিএনবেটাতে ইউজিএমবিবিসি লিখেছিলেন:Di CNBeta pada waktu berita tersebut tersebar, ugmbcc menulis:
9এটি একটি চতুর ঘটনা, কিন্তু পুরো দেশ কি শাস্তি পাবার যোগ্য কিছু সামান্য সংখ্যালঘুদের সীমা লঙ্ঘনের জন্য?Situasi ini memang sulit, tapi haruskan menghukum seluruh negara hanya karena tindakan ekstrem dari minoritas kecil orang di suatu negara?
10মুক্ত সফটওয়্যার গুরুত্বপূর্ণ কাঠামো প্রদান করে উন্নতি ও অত্যাচারিত দেশগুলোকে।Perangkat lunak sumber terbuka menyediakan infrastruktur penting untuk negara-negara berkembang dan di bawah tekanan ini.
11আমি আশা করি আমেরিকান সরকার দেখতে পারবে কি এটি ধরনের বাধা তাদের কাঠামো ও অনভিজ্ঞতার শিল্পকলাতে।Saya berharap pemerintah Amerika dapat melihat bahwa hal ini merupakan pukulan terhadap infrastruktur dan industri muda di negara-negara ini.
12গিক সমাজ সলিডটে, ফ্রি-এজ-ইন-ফ্রিডম লিখেছে যে সোর্সফোর্জের এই কর্ম আগেকার ব্যবহারকারীদের সীমাবদ্ধতাগুলোকে চালিয়ে যাচ্ছে এই পাঁচটি দেশ থেকে, যেটির সাহায্যে তারা দেখতে পারবে সাইট এবং ডাউনলোড করতে পারবে সোর্স কোড, কিন্তু বাধা দেবে কোনো অংশগ্রহণ নেয়ার থেকে।
13সেখানের মন্তব্যে আছে:Alpha. Roc: SourceForge 还是要遵守美国法律的呀?
14সোর্সফোর্জকে আমেরিকান নিয়ম মানতে হবে!SourceForge harus mematuhi hukum Amerika!
15কিসের জন্য সোর্সফোর্জ মুক্ত সংস্কৃতিতে পড়ে থাকবে?Mengapa SourceForge harus tetap benar-benar mengikuti budaya sumber terbuka?
16সফটওয়্যার শুধুমাত্র কোড, যেটির কারণে সফটওয়্যার বিনামূল্যের ও নিরপেক্ষ, কিন্তু সাইটগুলো তাদের হোস্টকে ছাড়তে পারে না, এবং তাদের নিয়ম মেনেই চলতে হবে সেই সকল দেশের যেই দেশে সেই সার্ভারের অবস্থান, এইভাবেই এটি হয়।Perangkat lunak hanyalah kode, yang membuatnya bebas dan netral; tapi situs web tak dapat melepaskan diri dari server yang menginanginya, dan mereka harus mematuhi hukum negara di negara tempat server itu berada, dan itulah yang terjadi.
17এটি হলো তাদের স্বাধীনতা।Itu adalah hak mereka.
18ইয়ারএলভি তার প্রযুক্তির ব্লগ লিংসিসিতে লক্ষ্য করেছেন রাজনীতির দিকগুলোতে যেগুলো অনধিকার দেয় মুক্ত সফটওয়্যারের আন্দোলনে:Di blog teknis LingCC-nya, erlv menulis tentang dampak campur tangan politik dalam gerakan sumber terbuka:
19আমি বলছি না যে গ্রেট ফায়ারওয়াল ভালো একটি দেশ বা জাতির জন্য, বরং আমাদের সামনে চলতে হবে একই সময় যখন আমরা স্বাধীনতার সাথে অন্যান্য দেশের জনগণের সঙ্গে যোগাযোগ করতে পারবো, আমরা তখন তাদের উপর হতে নির্ভরতা কমিয়ে দিতে পারব।Saya tidak mengatakan bahwa GFW bagus untuk negara atau masyarakat, tapi lebih kepada bahwa kita perlu mengambil beberapa langkah untuk memastikan bahwa pada saat yang bersamaan kita dapat berkomunikasi dengan bebas dengan pihak di luar, kita dapat juga menghentikan ketergantungan pada mereka.
20এখন চীনে, উদাহরণ হিসেবে, সকল মুক্ত ব্যবহারকারীরা খুশি তাদের কোড সকলের মুক্ত সোর্স ব্যবহারকারীদের সাথে প্রচার করার সাথে।Di Cina Daratan, misalnya, semua pendukung sumber terbuka dengan rela menyumbangkan kode mereka dengan seluruh komunitas sumber terbuka.
21কিন্তু যখন সেটি রাজনৈতিক হয়ে উঠে, তখন কি করে আমরা আমাদের অধিকার ফিরে পাবো?Tapi begitu itu menjadi alat politik, bagaimana cara kita mendapat hak-hak yang seharusnya kita peroleh?
22আমি মনে করি না সোর্সফোর্জের কোনো মিরর সেবা আছে চীনে।Saya pikir SourceForge tidak memiliki server cermin di Cina.
23যদি সেগুলো একটি ফন্দি তৈরি করে আমাদের দেশেরই তথ্যের বিরুদ্ধে এবং যথাসাধ্য চেষ্টা করে, তাদের একটুকু কষ্ট দেবে না তাদের ১% টাকা যদি গ্রেট ফায়ারওয়ালে খরচ হয়, যখন সরকারের সাহায্য এবং কিছু মিরর তৈরি করা আছে দেশের ভেতরেই।Jika pemerintah benar-benar ingin membuat perencanaan atas nama industri informasi negara kita dan mau melakukan apa pun untuk itu, tidak ada ruginya bagi mereka untuk menyisihkan 1% dari uang yang mereka habiskan di GFW, sebagai bentuk dukungan tulus dari pemerintah, dan menyiapkan beberapa server cermin di dalam negeri.
24অন্তত এইভাবে, আমাদের কাছে আমাদের নিজস্ব কোড থাকবে।Paling tidak dengan cara ini, kita masih dapat memiliki kode kita sendiri.
25অন্তত আমাদের স্বাধীনতা থাকবে।Paling tidak kita masih punya kemerdekaan untuk diri sendiri!