Sentence alignment for gv-ben-20150717-49773.xml (html) - gv-ind-20150802-6073.xml (html)

#benind
1লাল পান্ডাদের মিলিত হওয়ার সুযোগ করে দিতে নেপালে একটি ন্যাশনাল পার্ক বন্ধ ঘোষণাNepal Menutup Sebuah Taman Nasional Guna Memberi Kesempatan Bagi Panda Merah Untuk Berkembang Biak
2নোগেয়ামা চিড়িয়াখানার লাল পান্ডা উমি।Umi, panda merah dari Kebun Binatang Nogeyama.
3ফ্লিকরে তোশিহিরো গামোর দেয়া ছবি।Foto dari Flickr oleh Toshihiro Gamo.
4সিসি বিওয়াই - এনসি - এনডি ২ দশমিক ০CC BY-NC-ND 2.0
5নেপালের প্রথম হিমালয় জাতীয় উদ্যান এবং রাজধানী কাঠমান্ডুর সবচেয়ে কাছে অবস্থিত লাংটাং জাতীয় উদ্যানটিকে স্থানীয় কর্তৃপক্ষ একটি সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা দিয়েছে।Taman Nasional Langtang, taman nasional pertama di Himalaya, Nepal, dan yang terdekat dengan ibukota Kathmandu, telah dinyatakan sebagai zona terlarang oleh otoritas setempat guna membebaskan panda merah untuk kawin.
6লাল পান্ডাদের মিলিত হওয়ার সুযোগ করে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।Taman Nasional Langtang ditutup selama musim kawin Panda Merah.
7লাল পান্ডাদের প্রজনন মৌসুম শুরু হওয়ায় লাংটাং জাতীয় উদ্যানটি এখন বন্ধ। নেপালে এই লাজুক প্রাণীটিকে বলা হয় হাবরে ।Hewan pemalu, yang disebut habre di Nepal, suka tinggal di tempat yang tenang dan mudah takut dengan suara.
8এটি শান্ত পরিবেশে বসবাস করতে পছন্দ করে এবং সামান্য কোলাহলেই ভয় পেয়ে যায়।Saat ketakutan dengan suara, bahkan akan menelantarkan anak-anaknya dan melarikan diri.
9এমনকি শব্দ শুনে ভয় পেলে এটি তাঁর ছোট বাচ্চা ফেলে পালিয়ে যায়। যেহেতু লাল পান্ডাদের প্রজনন মৌসুম জুন মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয় তাই জাতীয় উদ্যানটি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে।Memasuki musim kawin panda merah yang dimulai sejak pertengahan Juni, taman nasional ditutup untuk pengunjung dan bahkan penduduk setempat yang biasa mencari kayu bakar pun dilarang masuk selama dua bulan.
10এমনকি জ্বালানি কাঠ সংগ্রহে আসা স্থানীয় লোকজনের প্রবেশ দুই মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
11সারা বিশ্বে মাত্র ১০ হাজার লাল পান্ডা অবশিষ্ট থাকলেও মাকালু বরুণ জাতীয় উদ্যান এবং নিরাপদ অঞ্চলের পূর্বে অবস্থিত কাঞ্চনজংগা সংরক্ষিত এলাকা, সাগরমাথা জাতীয় উদ্যান এবং নিরাপদ অঞ্চল, লাংটাং জাতীয় উদ্যান এবং নিরাপদ অঞ্চল, মানাসলু সংরক্ষিত এলাকা, অন্নপূর্ণা সংরক্ষিত এলাকা, ধরপাতান এবং রারা জাতীয় উদ্যান এবং পশ্চিমের নিরাপদ অঞ্চল - নেপালের এই আটটি সুরক্ষিত স্থানে প্রায় ১ হাজার লাল পান্ডা পাওয়া যায়।Hanya tersisa 10.000 ekor di dunia, dimana 1.000 diantaranya dapat ditemukan pada delapan suaka di Nepal - dari kawasan konservasi Kanchenjunga di timur ke taman nasional Makalu Barun serta taman nasional dan kawasan penyangga Sagarmatha, taman nasional dan kawasan penyangga Langtang, kawasan konservasi Manaslu, kawasan konservasi Annapurna, daerah berburu Dhorpatan, serta taman nasional dan zona penyangga Rara di barat.
12নেপাল ছাড়াও প্রাণীটি ভারত, চীন, ভুটান, মিয়ানমার ও লাওসের পাহাড়ী অঞ্চলেও দেখা যায়।Selain di Nepal, hewan tersebut ditemukan di daerah pegunungan India, Cina, Bhutan, Myanmar, dan Laos.
13দৈত্য পান্ডা আবিষ্কৃত হওয়ার কয়েক দশক আগে লাল পান্ডা আবিষ্কৃত হয়েছে। এটিকে ফায়ার ফক্স নামেও ডাকা হয়।Panda merah, juga disebut serigala api, ditemukan beberapa dekade lebih awal dari panda raksasa.
14এটি মাংসাসী থেকে তৃণভোজীতে পরিণত হওয়া একটি প্রাণী এবং কচি বাঁশের কান্ড এবং পাতা খেয়ে এরা বেঁচে থাকে।Hewan ini berupa karnivora yang berubah menjadi herbivora dan memakan terutama rebung muda dan dedaunan.
15মনে রাখবেন, লালা পান্ডাই হচ্ছে প্রকৃত পান্ডা!Ingatlah, panda merah adalah panda asli!
16যদিও এই লাজুক প্রাণীটি মোজিলা ফায়ারফক্সের লোগোতে দাপিয়ে বেড়ায় এবং লক্ষ লক্ষ ইন্টারনেট ব্রাউজার প্রতিদিন এটি ব্যবহার করেন, তবুও কেবল স্বল্প সংখ্যক লোকই জানে যে এটি একটি লাল পান্ডা।Kendati makhluk pemalu ini menjadi logo Mozilla Firefox dan jutaan peselancar internet menggunakannya setiap hari, hanya sedikit yang tahu bahwa mereka adalah (jenis) panda merah.
17ফায়ারফক্স লোগোতে আসলে কোন শেয়ালের ছবি নেই বরং এটি একটি লাল পান্ডা।Logo Firefox sebenarnya bukan rubah tapi panda merah.
18ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) লাল পান্ডাকে একটি বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে।Panda merah terdaftar sebagai spesies yang terancam punah oleh International Ikatan Perlindungan Alam (IUCN).
19লাল পান্ডারা সাধারণত পোষ না মানলেও তারা কস্তুর্রীমৃগ এবং অন্যান্য বন্য প্রাণীর জন্য পাতা ফাঁদে শিকারে পরিণত হয়।Walaupun panda merah pada umumnya tidak diburu, mereka jatuh kedalam perangkap yang ditujukan bagi rusa kesturi dan hewan liar lainnya.
20রাখাল এবং চৌরিরা, ইয়াক-গাভীর হাইব্রিড পালগুলো অনিচ্ছাকৃতভাবে বিরক্ত করে এবং লাল পান্ডাদের আবাসস্থল ধ্বংস করে থাকে।Para penggembala dan gerombolan chauri, sebuah jenis hibrida sapi-yak, mengganggu dan menghancurkan habitat panda merah, meski tidak disengaja.
21এদের বাসস্থানের ক্ষতি সংরক্ষণবাদীদের জন্য আরেকটি প্রধান উদ্বেগের বিষয়।Penurunan habitat merupakan perhatian utama lainnya bagi para pelindung alam.
22বন্যপ্রাণী বিষয়ক সংস্থা ডব্লিউ ডব্লিউ এফ এর সাথে নেপালের সরকার যৌথভাবে লাংটাং এ এই বিলুপ্তপ্রায় প্রজাতিটির সংরক্ষণে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়কে জড়িত করেছে।Pemerintah Nepal bersama dengan organisasi satwa liar WWF telah melibatkan masyarakat lokal dalam konservasi spesies ini di Langtang.
23অনুরূপভাবে, লাল পান্ডা নেটওয়ার্ক ২০০৭ সাল থেকে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে লাল পান্ডাদের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ এবং সংরক্ষণ কাজ করে আসছে।Begitu juga dengan Red Panda Network yang telah bekerja dengan masyarakat untuk memantau dan melestarikan panda merah sejak 2007.
24লাংটাং জাতীয় উদ্যানে আগস্ট মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই নিষেধাজ্ঞার সময়টিতে লাল পান্ডাগুলো মিলিত হওয়ার জন্য একটি শান্তিপুর্ণ পরিবেশ পাবে।Periode pembatasan di Taman Nasional Langtang hingga pertengahan Agustus akan memberikan lingkungan yang nyaman kepada panda merah untuk kawin.
25প্রানিটির সংরক্ষণ সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে এরপর খুব শীঘ্রই ২০ সেপ্টেম্বর আন্তর্জাতিক লাল পান্ডা দিবস পালন করা হবে।Tak lama setelah itu, Hari Panda Merah Internasional akan dirayakan pada 19 September, demi meningkatkan kesadaran tentang perlindungan mereka.