# | ben | ind |
---|
1 | আরব বিশ্ব: “গাদ্দাফীর পর আসাদ!” | Dunia Arab: “Asaad, setelah Khadafi, tunggu giliranmu” |
2 | আমাদের এ পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১ এবং লিবিয়া জাগরণ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফীর সময় যত দ্রুত ফুরিয়ে যাচ্ছে, ততই সিরীয় রাষ্ট্রপতি বাসার আল আসাদের প্রতি টুইটার ব্যবহারকারীরা সতর্কতা জারী করে তাঁকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দিচ্ছেন। | Posting ini merupakan bagian dari liputan khusus tentang Protes di Suriah 2001 dan Kebangkitan Libya 2011 Beberapa jam setelah pemimpin Libya Muamar Khadafi tumbang, pengguna Twitter langsung melancarkan peringatan pada presiden Suriah, Bashar Al Assad untuk berhati-hati dan segera meletakkan jabatan. |
3 | সংযুক্ত আরব আমিরাত থেকে সুলতান আল কাসেমী টুইট করেন: | Sultan Al Qaseemi, dari UEA men-tweet |
4 | @সুলতান আল কাসেমী: বাসার আপনি কি দেখছেন? | @SultanAlQassemi: Lihat (kejadian) ini Bashar? |
5 | পরবর্তীতে আপনি। | Anda-lah selanjutnya. |
6 | #সিরিয়া | #Syria |
7 | লিবিয়ান লিবিয়া সতর্ক করেন: | Libya Libeera memperingatkan: |
8 | @ফ্রিডম_ ৭উরিইয়াহ: আমি আসাদকে যা বলতে চাই তা হল #লিবিয়াকে কাছে থেকে পর্যবেক্ষণ করুন, এরপর আপনি। | @Freedom_7uriyah: Perhatikan apa yang telah saya katakan kepada Assa. #Setelah Libya, Andalah giliran selanjutnya. |
9 | এখন থেকে #আসাদেরমিথ্যাগুলো আপনাকে ধরবে | Assad pembohong (#AssadLies) tidak akan bisa sembunyi. |
10 | পিকাসো ক্যাট সতর্ক করেন: | Picasso Kat juga memperingatkan |
11 | @পিকাসোকাট: আসাদ আপনি কি পদধ্বনি শুনতে পাচ্ছেন? | @Picassokat: Assad, bisakah kamu mendengar derap langkah? |
12 | ঘণ্টা খানেকের মধ্যেই গাদ্দাফীর ভাগ্য নির্ধারিত হবে আর এরপর সমগ্র বিশ্বের চোখ আপনার দিকে নিবদ্ধ হবে #সিরিয়া # লিবিয়া | Nasib Khadafi akan ditentukan dalam beberapa jam dan kemudian seluruh mata dunia akan tertuju padamu #Syria #LibyaAssad. |
13 | সিবিএস সাংবাদিক তুলা ভ্লাহু বিস্ময় প্রকাশ করেন: | Dan Toula Vlahou, jurnalis CBS bertanya-tanya |
14 | @তুলাভ্লাহুসিবিএস: # লিবিয়ার পতন দেখে #সিরীয় রাষ্ট্রপতি আসাদ কি ভাবছেন? | @ToulaVlahouCBS: Apa kata media Suriah. Apa yang ada di pikiran #Assad ketika melihat kejatuhan #Libya?. |
15 | টেররিস্ট ডংকি আল আসাদকে কিছু উপদেশ দেন: | Terrorist Donkey menawarkan beberapa pilihan bagi Al Assad |
16 | @টেররিস্ট ডংকি: #আসাদ, # গাদ্দাফীর মত আপনারও কিছু ভাষণ রেকর্ড করা উচিত কারন আপনার দিন সমাগত। | @TerroristDonkey: #Assad Anda sebaiknya membuat beberapa pidato seperti #Gaddafi karena saatmu akan segera tiba. |
17 | #সিরিয়া #লিবিয়া সিরীয় মেসেলুন গত রাতে টুইট করেন: | While Syrian Maysaloon last night tweeted: Dan inilah twet terakhir dari Maysaloon, seorang warga Suriah: |
18 | @মেসেলুন: আজ রাতে কেবলমাত্র একজন মানুষ লিবিয়ার ঘটনাগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি হলেন বাশার আল আসাদ # সিরিয়া | @Maysaloon: Ada satu pria yang benar-benar memperhatikan berbagai kejadian di Libya malam ini. Bashar al Assad #Syria |
19 | গাদ্দাফী, তিউনিসিয় জিনে আল আবিদিন বেন আলি এবং মিসরীয় হোসনী মুবারকের পর পতনের সারিতে আসাদ কি হবেন চতুর্থ আরব নেতা? | Akankah Assad menjadi pemimpin Arab keempat yang tumbang setelah Khadafi, Presiden Tunisia Zine Al Abedine Ben Ali dan Presiden Mesir Hosni Mubarak? |
20 | জানতে হলে সামাজিক প্রচার মাধ্যমের সঙ্গেই থাকুন। | Tunggulah reaksi terbaru dari media sosial. |
21 | আমাদের এ পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১ এবং লিবিয়া জাগরণ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ সিরীয় রাষ্ট্রপতি বাসার আল-আসাদের থাম্বনেইল ছবি ফ্যাবিও রড্রিগুয়েজ/এবি এর সৌজন্যে প্রাপ্ত (উইকিকমন্স এর মাধ্যমে পাব্লিক ডোমেইন এ সহজলভ্য) | Posting ini merupakan bagian dari liputan khusus tentang Protes di Suriah 2011 dan Kebangkitan Libya 2011 Gambar Presiden Suriah, BAshar Al-Assad, oleh Fabio Rodrigues Pozzebom / ABr (tersedia di ruang maya publik via Wikicommons) |