# | ben | ind |
---|
1 | বুলগেরিয়াতে ইজরায়েলি পর্যটক বাসে আক্রমণ | Bus wisata Israel diserang di Bulgaria |
2 | বুলগেরিয়ার বুরগাস বিমানবন্দরে পর্যটক বাসে ইজরায়েলি যুবকদের উপর আক্রমণে কমপক্ষে সাত জন নিহত। | Stidaknya tujuh tewas dalam serangan terhadap muda-mudi Israel yang menumpang bus wisata di Bandara Burgus di Bulgaria. |
3 | প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে সম্ভবত বাসের কাছে থাকা অথবা বাসে উঠে কোন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণটি পরিচালনা করেছিল। | Menurut berbagai laporan, serangan kemungkinan dilakukan oleh pembom bunuh diri, yang mungkin berada di sisi bus maupun didalam bus. |
4 | এনআরজি'র ভাষ্যমতে একজন মহিলা আত্মঘাতী বোমা হামলাকারী বাসের সামনে দাঁড়িয়ে বোমাটি সক্রিয় করেছিল। | Menurut nrg, seorang pembom bunuh diri perempuan berdiri di depan bus dan mengkatifkan bom. |
5 | সর্বশেষ: @বারাকরাভিদ: | UPDATE: @BarakRavid: |
6 | বুলগেরিয়ার পররাস্ট্রমন্ত্রী (ইজরায়েলি) পররাস্ট্রমন্ত্রী লিবারম্যানকে বলেছেন তদন্তে জানা গিয়েছে বাসের মধ্যে ট্রাংকে লুকানো একটি বোমা বিস্ফোরণটি ঘটিয়েছে। | Menlu Bulgaria menghubungi Menlu Lieberman dan mengatakan bahwa menurut hasil investigasi ledakan disebabkan oleh bom yang disembunyikan di bagasi bus |
7 | ইস্রায়েলি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু বলেছেন যে “সমস্ত লক্ষণই ইরানকে নির্দেশ করে” এবং ইজরায়েল কড়াভাবে জবাব দিবে। | Perdana Menteri Israel Bibi Netanyahu mengatakan bahwa “semua petunjuk mengacu kepada Iran” dan bahwa Israel akan menjawab dengan tegas. |
8 | @রুসলানট্রাদ: | @ruslantrad: |
9 | বিটিভি বুলগেরিয়াতে ইস্রায়েলি পর্যটকদের বিরুদ্ধে আক্রমণের ছবি দেখাচ্ছে | bTV menunjukan foto serangan terhadap bus wisata Israel di Bulgaria |
10 | ঘটনাটির প্রত্যক্ষদর্শী ইস্রায়েলি (নাগরিক) শশী বলেছেন: | Shoshi, seorang warga Israel yang menyaksikan ledakan tersebut mengatakan: |
11 | আমরা অভিবাসন পেরিয়ে বিমানবন্দরের বাইরে রাখা বাস #৪-এ উঠি। | Kami melewati imigrasi dan naik ke bus #4 di luar bandara. |
12 | আমরা আমাদের ব্যাগগুলো রাখার দুই মিনিট পর বাস #২টি জ্বলে উঠে। | Kami letakkan tas-tas kami, dan dua menit sesudah itu bus #2 terbakar. |
13 | আমাদেরকে খালি করে একটি নিরাপদ কক্ষে নিয়ে যাওয়া হয়। | Kami dievakuasi ke dalam ruangan yang diamankan. |
14 | তার ছেলে যোগ করেন: | Puteranya menambahkan: |
15 | যাত্রীদের মৃতদেহগুলো মাড়িয়ে না যাওয়ার জন্যে বেঁচে যাওয়া বাস থেকে লাফিয়ে নামতে হয়েছে। | Mereka yang selamat harus melompat keluar dari bus dengan berhati-hati agar tidak menginjak jenazah-jenazah. |
16 | আমরা বাসটি দেখেছি, একজন ইজরায়েলি এর একটি ছবি নিয়েছে। | Kami lihat bus itu, salah satu warga Israel lain memfotonya. |
17 | আমরা এর ট্রাংকটি বিস্ফোরিত হতে দেখেছি। | Kami menyaksikan bagasi bus meledak. |
18 | আমরা দ্রুত টার্মিনালের ভিতরে ছুটে গিয়েছি। | Kami secepatnya diungsikan ke terminal. |
19 | পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যান তার ফেসবুক পৃষ্ঠায় পোস্ট করেছেন: | Di laman Facebooknay, Perdana Meneteri Avigdor Liberman menulis: |
20 | আমি কেবলি বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নিকোলে মালদেনভের সঙ্গে বিস্ফোরণটি নিয়ে কথা বলেছি। | Saya baru saja berbicara dengan Menlu Bulgaria, Nikolay Mladenov, mengenai ledakan. |
21 | মালদেনভ ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এবং সেখানে পৌঁছেই আমাকে সর্বশেষ জানাবেন। | Mladenov sedang menuju ke lokasi dan akan memberi saya updates seketika dia tiba di sana. |
22 | @মকডসংবাদ থেকে টুইট দাবি করেছে: | Siulan dari @MokedNews mengatakan: |
23 | বুলগেরিয়ার আক্রমণটিতে নিহতদের মধ্যে একজন বুলগেরীয় পর্যটিন গাইড ছিলেন যিনি বিস্ফোরণের সময় ইজরায়েলি পর্যটকদের সঙ্গে ছিলেন। | Salah satu yang tewas dalam serangan bom di Bulgaria -seorang pemandu wisata Bulgari yang berada di sana bersama para turis Israel ketika ledakan berlangsung. |
24 | (উৎস: বুলগেরীয় টিভি) | (sumber: TV Bulgaria) |
25 | হারেৎজে হিব্রু ভাষায় (আরও ঘন ঘন আপডেটসহ) এবং ইংরেজী ভাষায় চমৎকার সরাসরি ব্লগ কাভারেজ। | Haaretz menayangkan liputan blog secara langsung dalam bahasa Ibrani (update anyar) dan Inggris. |
26 | সরাসরি আপডেট অনুসরণ করার জন্যে বিভিন্ন টুইপ: @বারাকরাভিদ - কূটনৈতিক সংবাদদাতা, হারেৎজে সংবাদপত্র @রুসলানট্রাদ - সিরিয়ান-বুলগেরিয়ান ব্লগার ও মেনা (মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা) বিশ্লেষক @মকডসংবাদ - ইজরায়েলি সংবাদ যোগান | Tweeps yang patut diikuti untuk update teranyar: @BarakRavid - koresponden diplomatik, surat kabar Haaretz @ruslantrad - Bloger Suriah-Bulgaria & Analis Timteng dan Maghreb @MokedNews - umpan balik berita Israel |