# | ben | ind |
---|
1 | যুক্তরাষ্ট্র: “অকুপাই ওয়াল স্ট্রীট ” নামক গ্রুপ নিউ ইয়র্কের মূল অর্থনৈতিক এলাকা দখল করে রেখেছে | Amerika Serikat: Gerakan “Kuasai Wall Street” Menduduki Jantung Distrik Keuangan New York |
2 | নিউ ইয়র্ক সিটির গুরুত্বপুর্ণ অর্থনৈতিক এলাকায় অকুপাই ওয়াল স্ট্রীট (টুইটারে,#অকুপাইওয়ালস্ট্রিট) নামক একটি গ্রুপ শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করেছে, আর কানাডিয়ান প্রতিষ্ঠান এ্যাডবাস্টারস এবং হ্যাকার গ্রুপ এ্যানোনিমাস এই আন্দোলনকে সমর্থন করেছে। | Di pusat keuangan New York City, sebuah aksi damai dimulai oleh sebuah grup bernama Occupy Wall Street (#occupywallstreet di Twitter), dan didukung oleh LSM Kanada AdBusters serta kelompok peretas Anonymous. |
3 | আরব ও ইউরোপের বিভিন্ন দেশের নানা শহরে যে সব বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই বিক্ষোভের আয়োজন করা হয়। | |
4 | ওয়াল স্ট্রিট যে ভাবে কাজ করেছে, তাতে এই সব তরুণের মোটেও খুশি নয়। তাদের মতে এই অঞ্চল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতিকে নিয়ন্ত্রণ করে, সেটিকে “কর্পোরেটোক্রেসী” বা বাণিজ্যিকীকরণ করে ফেলেছে এবং লক্ষ লক্ষ মানুষকে বেকার বানিয়ে ফেলেছে। | Terinspirasi oleh aksi demo di berbagai kota di negara-negara Arab dan Eropa, kawula muda ini menunjukan ketidakpuasan mereka terhadap bagaimana Wall Street, menurut mereka, menkontrol peraturan-peraturan perekonomian Amerika Serikat, mengubah negara menjadi “korporatokrasi” dan dipenuhi jutaan pengangguran. |
5 | ১৭ সেপ্টেম্বর থেকে এই গ্রুপ জুকোত্তি পার্ক দখল করে রেখেছে এবং তারা আশা করছে যা সামনের মাসগুলোতে আরো অনেক নাগরিক তাদের সাথে যোগ দেবে। | Kelompok ini telah menduduki Taman Zuccotti sejak 17 September, dan mereka berharap semakin banyak lagi yang bergabung dalam bulan-bulan mendatang. |
6 | এই আন্দোলনের পোস্টার। | Poster gerakan. |
7 | সঙ্গীতকার, চিকিৎসা কর্মী, প্রয়োজন অনুসারে গড়া এক গ্রন্থাগার এবং একটি প্রযুক্তি টিম, যারা কম্পিউটার এবং অন্যান্য যন্ত্রসহ নিজেদের সজ্জিত করেছে, এদের সবাইকে পার্কে পাওয়া যাবে। | Musisi, staf medis, perpustakaan dadakan serta sebuah tim teknologi dengan komputer dan gadget mereka dapat ditemui di taman tersebut. |
8 | এছাড়াও বিক্ষোভকারীরা পিচবোর্ডের এর টুকরা দিয়ে ব্যানার তৈরি করেছে। যার মধ্যে দিয়ে মধ্যে তারা পুঁজিবাদ এবং ট্রয় ডেভিসের প্রাণদণ্ডের বিরুদ্ধে তাদের অনুভূতি ব্যক্ত করেছে। | Demonstan membuat spanduk dari potongan-potongan kardus untuk mengungkapkan perasaan mereka terhadap kapitalisme, dan juga tentangan mereka atas eksekusi Troy Davis. |
9 | বিক্ষোভকারীরা এই আদর্শে এক হয়েছে যে,“আমরা হচ্ছে ৯৯ শতাংশ, যারা অবশিষ্ট ১ শতাংশের লোভ এবং দূর্নীতি সহ্য করব না”. | Demonstran menggunakan satu motto: “Kami adalah 99% yang tidak mentolerasi keserakahan dan korupsi 1% minoritas.” |
10 | সোফিয়া গালিসিয়ার ছবি। | Foto Sofía Gallisá. |
11 | অনুমতিক্রমে প্রকাশিত | Diterbitkan dengan izin. |
12 | একটি পোস্টার, যা তথ্য অনুসন্ধানের জন্য অনলাইন মিডিয়ার সূত্র সমূহ প্রদর্শন করেছে। সোফিয়া গালিসিয়ার ছবি। | Sebuah poster dengan informasi media daring dimana orang-orang dapat menemukan informasi mengenai gerakan Kuasai Wall Street. |
13 | অনুমতিক্রমে প্রকাশিত। | Foto Sofía Gallisá. |
14 | সোফিয়া গালিসিয়ার ছবি। | Diterbitkan dengan izin. |
15 | অনুমতিক্রমে প্রকাশিত। | Foto Sofía Gallisá. |
16 | সোফিয়া গালিসিয়ার ছবি। | Diterbitkan dengan izin. |
17 | অনুমতিক্রমে প্রকাশিত। যদিও তেমন কোন ব্যাঘাত ছাডা বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে এসেছে, তারপরেও এতে গ্রেফতারের ঘটনা ঘটেছে: সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, শনিবার, ২৪ সেপ্টেম্বর-এ, ৮০ জনের মত নাগরিককে গ্রেফতার করা হয়েছে। | Kendati protes-protes telah berlanjut tanpa gangguan berarti, penangkapan sempat terjadi: menurut berbagai berita teranyar, hampir 80 penangkapan terjadi hari Sabtu, 24 September, sebagian besar dengan tuduhan aksi ketidakteraturan. |
18 | মূলত ” পথচারী ও যান চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগের ভিত্তিতে গ্রেফতারের ঘটনা ঘটে। এছাড়াও গ্রেফতার প্রতিরোধ এবং সরকারের প্রশাসনিক কাজে প্রতিবন্ধক সৃষ্টির কারনে এই সমস্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। | Tuduhan-tuduhan tersebut dilayangkan kepada “para individu yang memblok trotoar dan sirkulasi lalu lintas,” selain itu menolak penahanan dan mengganggu tata laksanan pemerintahan. |
19 | তবে এই ঘটনা, বিক্ষোভকারীরা শহরের অন্যান্য অংশ,যেমন ম্যানহাটানের কেন্দ্রে ইউনিয়ন স্কোয়ারে মার্চ করে যাবার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। | Walau demikian, hal ini tidak mengendorkan aksi mars demonstran dari bagian kota lain seperti Union Square di pusat Manhattan. |
20 | যখন মূলধারার সংবাদ মাধ্যমগুলো এই বিক্ষোভের তেমন একটা সংবাদ প্রদান করেনি, তখন সকল ডিজিটাল সামাজিক প্রচার মাধ্যম এই ঘটনার সংবাদ ভরে ওঠে (টুইটার, ফেসবুক, ইউটিউব, ভিম, ফ্লিকার)। | Ketika media awam tidak banyak meliput protes, informasi tetap meluncur melalui kanal-kanal digital seperti media sosial (Twitter, Facebook, Youtube, Vimeo, Flickr). |
21 | জাতীয় ব্যক্তিত্ব, যেমন অধ্যাপক এবং দার্শনিক কর্নেল ওয়েস্ট (@কর্নেল ওয়েস্ট) টুইটারের মাধ্যমে বিক্ষোভের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছে: | Tokoh nasional contohnya profesor dan filsuf Cornel West (@CornelWest) menunjukan dukungannya lewat Twitter: |
22 | তোমাদের অভিনন্দন। | Sekelompok pemberani. |
23 | ‘নাগরিক অবাধ্যতা' আমেরিকার গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। | Ketidaktaatan masyarakat merupakan bagian dan paket dari proses demokrasi Amerika. |
24 | #ওকুপাইওয়ালস্ট্রিট,http://ow.ly/6DNj1 | #OccupyWallStreet http://ow.ly/6DNj1 |
25 | ভ্যান জোনস (@ভ্যানজোনস), যুক্তরাষ্ট্রের এক অন্যতম একটিভিস্ট, তিনিও এই আন্দোলনের সাথে একাত্মতা প্রদর্শন করেছেন, আর একই সাথে পুলিশের দুর্ব্যবহারের বিরুদ্ধে ক্রমাগত কথা বলে যাচ্ছেন। | Van Jones (@VanJones68), seorang aktivis terkemuka AS, juga menunjukan solidaritasnya kepada para demonstran sambil membicarakan tentang kelakuan buruk polisi: |
26 | অকুপাই ওয়াল স্ট্রীটের ওই সমস্ত বিক্ষোভকারীরা সত্যিকার অর্থে খানিকটা ভালবাসা লাভের যোগ্য। | Para demonstran Kuasai Wall Street berhak dikagumi. |
27 | কিন্তু এনওয়াইপিডি? | Namun NYPD? |
28 | ডাব্লিউটিএফ? | WTF? |
29 | এই ভিডিওটি দেখুন! | Lihat video berikut! |
30 | @লাইভস্ট্রিম-এর মাধ্যমে http://livestre.am/PlNN-এর ঘটনা দেখছি। | Menonton http://livestre.am/PlNN via @livestream |
31 | তবে মিশেল ক্যাটালোনার-এর (@ইনদিফেড) মত টুইটার ব্যবহারকারীরা বিশ্বাস করেন যে, এই প্রতিবাদ নিজেই নিজের বৈপরীত্য প্রকাশ করছে: | Pengguna-pengguna Twitter lain seperti Michele Catalano (@inthefade) yakin bahwa protes tersebut merupakan bisa dikatakan sebuah dikotomi: |
32 | এটা দেখতে এতই সুন্দর লাগছে যে অকুপাই ওয়াল স্ট্রীটের এই সমস্ত তরুণরা পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের আইফোন এবং অ্যানড্রয়েড দিয়ে টুইট করছে। | Lucu sekali anak-anak Kuasai Wall Street menyiulkan perjuangan mereka menentang kapitalisme melalui iPhone dan Droids. |
33 | ক্ষমতার যুদ্ধ। | LAWAN KEKUASAAN. |
34 | এ সবের মাঝেও রিকার্ডো (@জেরইকিমায়ো) [স্প্যানিশ ভাষায়] ২৪ সেপ্টেম্বর-এর রাতের ঘটনায় আরেকটি বৈপরীত্য আবিষ্কার করেছেন: | Ditengah situasi ini, Ricardo (@jrickymayo) [es] melihat kontradiksi lain pada peristiwa 24 September: |
35 | আর এটা ঘটল বিশ্বের সবচেয়ে মুক্ত চেতনার দেশটিতে। | dan aksi ini terjadi di hampir seluruh negara di negara-negara bebas. |
36 | নিউ ইয়র্কে “অকুপাই”ওয়াল স্ট্রীট নামক প্রতিবাদের সময় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে http://bit.ly/onHB4C। | Setidaknya 80 orang ditangkap di New York ketika protes “occupy” Wall Street berlangsung http://bit.ly/onHB4C |
37 | নীচে “অকুপাই ওয়াল স্ট্রীট-এর একটি ভিডিও রয়েছে, যেটিতে দেখা যাবে কি ভাবে এক শক্তিশালী নিরাপত্তা বাহিনীর দ্বারা বিক্ষোভকারীরা অবরুদ্ধ হয়ে ছিল: | Berikut kami tautkan video “Occupy Wall Street,” dimana terlihat pasukan pasukan pengaman menghadang demonstran: |