Sentence alignment for gv-ben-20150606-49070.xml (html) - gv-ind-20150609-5765.xml (html)

#benind
1কামসুত্রের ছবি প্রকাশের দায় নিয়ে কাতারি সম্পাদকের পদত্যাগKama Sutra Mengerut Kuku Editor Qatar
2কামসুত্রের ছবি প্রকাশের দায় কাঁধে নিয়ে সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন জাবের আল হারমি।
3এই ছবিটি কাতারের আল শারক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কাতারি সম্পাদক জাবের আল হারমি আজ তার পদ থেকে পদত্যাগ করেছেন।Editor suratkabar Qatar Jaber Al Harmi berhenti setelah foto tato henna Kamasutra ini muncul di surat kabarnya.
4পদত্যাগের কারণ, ভুল করে তার পত্রিকা আল শারক-এর স্বাস্থ্য বিষয়ক সাময়িকীর পাতায় কামসুত্রের মেহদির ছবি প্রকাশিত হয়েছিল।
5প্রকাশিত ছবিতে দেখা যায়, একজন নারীর হাতের একটি ছবিতে ছোট ছোট অনেকগুলো মেহদি আঁকা। আর সেখানকার সেই অঙ্কনকর্মে নারী-পুরুষের যৌন মিলনের দৃশ্য রয়েছে।Editor surat kabar Qatar Jaber Al Harmi mengundurkan diri dari jabatannya, Senin (1/6/2015), setelah foto tato henna yang menunjukan beragam gambar hubungan seksual muncul di halaman suplemen kesehatan di harian Al Sharq Arab.
6উল্লেখ্য, প্রকাশিত ওই নিবন্ধে মেহেদির ব্যবহারের বিপদ সম্পর্কে সচেতন করা হয়েছিল।Gambar itu mungkin telah diselundupkan, ketika muncul dalam sebuah artikel peringatan tentang bahaya henna.
7আল হারমি ঘটনার পরেই পত্রিকায় চিঠি লিখে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তাছাড়া রক্ষণশীল মুসলিম দেশে এই ধরনের অশ্লীল ছবি প্রকাশের দায়দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।Dalam sepucuk surat yang diterbitkan di surat kabar, Al Harmi meminta maaf atas “kekeliruan” yang terjadi dalam edisi 112-halaman tersebut, dia bertanggung jawab penuh atas terbitnya gambar “ofensif” di surat kabar harian di negara Islam konservatif itu.
8দায়িত্ব কাঁধে নিয়ে পদত্যাগের মতো সাহসী সিদ্ধান্ত নেয়ায় কাতারের নেটিজেনরা তার প্রশংসা করেছেন।Pendiriannya dinilai berani dan dipuji di media sosial oleh netizen Qatar, yang meluncurkan hashtag #الحرمي_استقالتك_مرفوضة, yang diterjemahkan menjadi “Al Harmi, pengunduran diri Anda ditolak.”
9তারা “আল হারমি, আপনার পদত্যাগ গ্রহণ করা হবে না” শীর্ষক হ্যাশট্যাগ দিয়ে তার প্রতি সমর্থন জানিয়েছেন।Surat kabar itu memang menolak pengunduran diri sang wartawan, yang telah berkarir selama 25 tahun.
10আল হারমি ২৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় জড়িত রয়েছেন।Pengguna Twitter ini memberitahu para pengikutnya:
11তবে পত্রিকাটি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি কিনা তা জানা যায়নি।Sebagai pengguna Twitter, saya menolak pengunduran diri Anda.
12এই টুইটার ব্যবহারকারী তার অনুসরণকারীদের উদ্দেশ্যে বলেছেন: একজন টুইটার ব্যবহারকারী হিসেবে আমি আপনার পদত্যাগ প্রত্যাখান করলাম।Saya mengagumi keberanian Anda dan untuk pengakuan Anda [dari kesalahan Anda] pada saat banyak yang menolak untuk menghadapi akibat dari tindakan mereka.
13আমি আপনার সাহসের তারিফ করি।Inilah sebabnya mengapa pengunduran diri Anda ditolak.
14অন্যরা যেখানে স্রেফ অস্বীকার করে বসে, সেখানে আপনি ভুল স্বীকার করে নিয়েছেন।Faisal bin Jassim Al Thani mengatakan kepada 267 pengikutnya di Twitter:
15এজন্যই আমি আপনার পদত্যাগকে প্রত্যাখান করছি। টুইটারে ফয়সাল বিন জসিম আল থানি তার ২৬৭০০ অনুসরণকারীর উদ্দেশ্যে বলেছেন:Pengunduran diri Tuan Jaber adalah bukti bahwa dia orang jujur, yang berani memikul tanggung jawab, dan mampu menilai situasi.
16জনাব জাবেরের পদত্যাগ এটাই প্রমাণ করে তিনি একজন সৎ মানুষ।Dia telah mengubah surat kabar ini
17তাছাড়া তিনি অবস্থা বিবেচনা করে সব ধরনের দায়িত্ব নিজ কাঁধে নেয়ার সাহসও রাখেন।
18তিনি সংবাদপত্রের জগতকে বদলে দিয়েছেন।Dan anak Al Harmi sendiri, Salem, mengaku:
19আল হারমি ছেলে সালেম স্বীকার করেছেন:Saya belum pernah bertemu orang yang mencintai pekerjaannya seperti ayah saya.
20আমি আর কাউকেই দেখিনি আমার বাবার মতো কাজকে এমনভাবে ভালোবাসতে।Dan ketika Anda bertanya mengapa, dia mengatakan: Setiap hari ada sesuatu yang baru dan tantangan baru.
21আপনি তার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করবেন, কেন তিনি কাজকে এমন ভালোবাসেন, তিনি বলবেন: এখানে প্রতিদিনই নতুন কিছু শেখার আছে, আছে নতুন নতুন চ্যালেঞ্জও।
22তিনি ২৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় আছেন।Dia telah menghabiskan 25 tahun dalam jurnalisme.
23কাতারের অধিবাসী ডেভ ম্যাকক্লুয়ার প্যারাগ্লাইডারের পুরোনো একটি পোস্টে রক্ষণশীল মুসলিম দেশে যৌনতা নিয়ে কথা বলার বিপদ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন:
24সরকার পর্নোগ্রাফি দেখাকে ইসলামবিরোধী মনে করে। এজন্য তারা দেশে সেগুলো প্রদর্শনের অনুমতি দেয় না।Dalam sebuah posting lama di Paraglider, Dave McClure, seorang warga Qatar, menjelaskan mengapa setiap isyarat seks merupakan masalah di negara konservatif:
25পর্নোগ্রাফি সংশ্লিষ্ট কোনো কিছুর সাথে যুক্ত থাকলে জেল-জরিমানা হতে পারে।Pemerintah memiliki pandangan bahwa pornografi adalah anti-Islam dan seharusnya tidak diperbolehkan di negara ini.
26এমনকি নির্বাসন পর্যন্তও দেয়া হতে পারে।Kepemilikan materi pornografi dapat mengakibatkan hukuman berat, termasuk penjara dan deportasi.
27পর্নোগ্রাফির সাথে জড়িত থাকলে অবৈধ মাদক-সহ ধরার পড়ার যে শাস্তি সেরকম শাস্তি ভোগ করতে হয়।Pornografi diperlakukan seperti narkoba ilegal dengan cara yang sama, dengan konsekuensi yang sama jika pelakunya tertangkap.