# | ben | ind |
---|
1 | সুদান: বিক্ষোভ টুইটার এক্টিভিস্টদের গ্রেপ্তার উস্কে দিয়েছে | Sudan: Protes Menyebabkan Ditahannya Para Aktivis Twitter |
2 | #উসামাহকেমুক্তকর গতকালের বিক্ষোভে পুলিশ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সার্ভিস (এনআইএসএস) এজেন্টরা অনেক বিক্ষোভকারীকে রাস্তা থেকে গ্রেপ্তার করে। | Protes kemarin berakhir dengan ditahannya para pendemo oleh polisi dan agen dari Badan Keamanan Intelijen Nasional (NISS). |
3 | তাদের মধ্যে সুদানের বিশিষ্ট টুইটার ব্যক্তিত্ব এবং এক্টিভিস্ট উসামাহ মোহাম্মদ আলী (@সিমসিমত) রয়েছেন। | Diantara mereka adalah seorang aktivis dari Sudan yang terkenal di Twitter, Usamah Mohammed Ali (@simsimt). |
4 | তার সর্বশেষ টুইটে উসামাহ রাজধানী খার্তুমের রাস্তায় ঘটমান ঘটনা সম্পর্কে শব্দ ছড়িয়ে দিতে সাহায্য করার জন্যে মুক্ত বিষয়বস্তুর সমর্থনে কাজ করছিলেন: | Dalam twit-nya yang terakhir, Usamah menganjurkan untuk menggunakan materi miliknya secara gratis dalam rangka membantu menyebarkan berita tentang berbagai peristiwa yang terjadi di kota Khartoum: |
5 | যাই হোক (বিটিডাব্লিউ- বাই দা ওয়ে), আমি প্রযুক্তির লোক। | Ngomong-ngomong soal teknis. |
6 | এমনকি আমাকে উল্লেখ না করেও আপনি আমার টুইট ব্যবহার করতে পারেন। | Kalian boleh menggunakan twit milik ku tanpa harus menyebutkan sumbernya. |
7 | এখানে মুক্ত বিষয়বস্তুকে সমর্থন দেয়া হয়! | Aku pendukung penggunaan materi secara gratis! |
8 | উসামাহ'র শেষ কয়েকটি টুইট তার হদিস এবং সরেজমিন পরিস্থিতি সম্পর্কিত। | Beberapa twit terakhir milik Usamah mengandung informasi tentang keberadaannya dan situasi di lapangan. |
9 | তিনি নাইল সড়কের [আরবী ভাষায়] পার্শ্বস্থ বারি এলাকায় অবস্থান করছিলেন: | Waktu itu ia sedang berada di daerah Burri dekat Jalan Nil [ar]: |
10 | বারি আল-শরিফ এলাকা। | #FreeUsamah |
11 | অনেক নিরাপত্তা বাহিনী ও পুলিশের ট্রাক এবং ব্যাপক সংখ্যক বাসিন্দা দাঁড়িয়ে আছে। | Di daerah Burri Al-Sharif. Ada banyak truk polisi, agen sekuriti dan para penduduk sekitar berdiri disini. |
12 | তিনি বলেছেন সেখানে নিরাপত্তা বাহিনীর অনেক লোক উপস্থিত ছিল এবং গ্রেপ্তার চলছিলো: | Dimana ia mengatakan bahwa ada kehadiran staf sekuriti dalam jumlah besar dan aksi penahanan sedang terjadi: |
13 | অনেক সংখ্যক এনআইএসএস এজেন্ট এবং তারা একাধিক ট্রাকে করে জড়ো হয়েছিল। | Terdapat banyak sekali agen NISS dan mereka berpusat lebih dari satu truk. |
14 | উত্তর খার্তুমে আমরা ওগুলো সশস্ত্র (অবস্থায়) দেখেছি। | Di bagian utara Khartoum kita melihat mereka membawa senjata. |
15 | আমার মনে হয় সবগুলোই সেরকম ছিল। | Sepertinya mereka semua seperti itu. |
16 | তিনি নিজে গ্রেপ্তার হয়ে যাওয়ার কয়েক মূহুর্ত আগে নিরাপত্তা বাহিনীর গ্রেপ্তার চালানোর একটি ছবি টুইট করেছেন। | Usamah lalu men-twit sebuah foto saat terjadi penahanan oleh personel sekuriti, beberapa saat sebelum ia sendiri ditahan. |
17 | এই এনআইএসএস ট্রাকটি এর পিছনে থামিয়ে রাখা একটি রূপালী গাড়ীর পথরোধ করে কাউকে টেনে বের করেছিল। | Truk NISS mencegat mobil berwarna perak yang parkir di belakangnya dan menarik keluar orang dari dalam mobil tersebut. |
18 | তারা তাকে তাদের গাড়ীতে নিয়ে গিয়েছিল। | Mereka membawanya ke dalam mobil mereka. |
19 | গাড়ীটি ছেলে-মেয়েদের দিয়ে ভর্তি ছিল। | Mobil itu penuh dengan anak-anak perempuan dan laki-laki. |
20 | গ্রেপ্তার হয়ে যাওয়ার দুই ঘন্টা পূর্বে উসামাহ জনগণকে জানানো নিশ্চিত করেছেন যে তিনি তার ভাই আসাদ (@আর্ক_আসাদ) যাকে গ্রেপ্তারের পরে মুক্তি দেয়া হয়েছে তার সঙ্গে রয়েছেন। | Dua jam sebelum ia ditahan, Usamah menginformasikan bahwa ia bersama dengan adiknya, Asaad (@Arch_Asaad) yang juga ditahan namun kemudian dibebaskan. |
21 | আমি আসাদের সঙ্গে আছি, ঘটনাক্রমে হয়তো আমার কিছু একটা হয়ে যেতে পারে। | Aku bersama dengan Asaad, sekiranya sesuatu terjadi denganku. |
22 | মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আসাদ টুইট করেছেন যে তিনি উসামাহ'র হদিস জানেন না। | Asaad men-twit setelah dirinya dibebaskan bahwa dia tidak tahu keberadaan Usamah. |
23 | @সিমসিমত এখনও মুক্ত হননি! | @simsimt belum juga dibebaskan! |
24 | এবং তিনি কোথায় আমি সেটা জানি না!! | Dan aku tak tahu dia ada dimana!! |
25 | আসাদের মতে উসামাহকে উত্তর খার্তুমে এনআইএসএস সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে নেয়া হয়েছিল খার্তুমের একটি পুলিশ স্টেশনে। | Menurut Asaad, Usamah telah dibawa ke markas NISS di Khartoum Utara sementara dirinya dibawa ke kantor polisi di Khartoum. |
26 | উসামাহ'র বন্ধুরা তার নিরাপত্তার জন্যে তাদের উদ্বেগ এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়ে টুইট করছিল। | Teman-teman Usamah menggunakan Twitter untuk mengutarakan kekhawatiran mereka dan meminta agar Usamah lekas dibebaskan. |
27 | আইমান এলখিদির উসামাহ'র জন্যে প্রদর্শন করেছেন, | Ayman Elkhidir menyuarakan keprihatinannya akan Usamah, |
28 | গতকাল এনআইএসএস টুইপ এবং এক্টিভিস্ট @সিমসিমতকে গ্রেপ্তার করেছে। | Seorang tweep dan aktifis, @simsimt, telah ditahan oleh NISS kemarin. |
29 | #উসামাহকেমুক্তকর #সুদানেরবিদ্রোহ #السودان_ينتفض | #FreeUsamah #SudanRevolts #السودان_ينتفض |
30 | মন্তাগা এলআমীন দাবি করেছেন জনগণ বিক্ষোভের সময় আটক সব ব্যক্তিদের সম্পর্কে শব্দ ছড়িয়ে দিয়েছে: | Montaga Elameen menuntut agar masyarakat menyebarkan berita tentang mereka yang ditahan saat protes: |
31 | টুইট এবং পুণঃটুইট চালিয়ে যান আটক @সিমসিমত এবং @ওমরমাহগুব #ওমরকেমুক্তকর #উসামাহকেমুক্তকর #السودان_ينتفض#সুদা্নের _বিদ্রোহ ব্যাপারে | Terus lah men-twit dan re-twit mengenai para tahanan seperti @simsimt & @OmarMahgoub #FreeOmer #FreeUsamah #السودان_ينتفض#Sudan_Revolts |
32 | এছাড়াও সাংবাদিক, লেখক এবং উসামাহ'র ব্যক্তিগত বন্ধু মিশরীয় মোহাম্মেদ আল দাহসান তার নিরাপত্তার জন্যে উদ্বিগ্ন। | Mohammed Al Dahshan, seorang jurnalis, penulis dan teman Usamah dari Mesir, juga mengutarakan kekhawatiran akan keselamatan temannya, ia men-twit: |
33 | তিনি টুইট করেছেন: | Selamat malam. |
34 | শুভরাত্রি। আশা করছি আগামীকাল আল্লাহর ইচ্ছায় @সিমসিমত, আহমেদ হুসেন, এবং অন্যান্যদের মুক্তিসহ #সুদান থেকে ভাল খবর বয়ে আনবে। | Semoga esok hari akan membawa berita baik dari #Sudan, bahwa insya Allah, @Simsimt, Ahmed Hussein, dan lainnya telah bebas. |
35 | সেই দিনটির শুরুতে উসামাহ ৩০শে জুন, ২০১২ তারিখে - পরিকল্পিত বিক্ষোভ এবং সুদানের বর্তমান ক্ষমতাসীন ন্যাশনাল কংগ্রেস পার্টির ২৩তম বার্ষিকীর দিন - তার রাস্তায় যাওয়ার কারণকে গুরুত্ব দিয়ে আল জাজিরার দি স্ট্রীম-এর জন্যে একটি ভিডিও ধারণ করেছিলেন। | Awal hari itu, Usamah merekam sebuah video untuk program Al Jazeera, The Stream, yang menjelaskan alasannya untuk turun ke jalan pada tanggal 30 Juni 2012 - yang telah direncanakan sebagai hari protes, dan hari jadi ke 23 dari partai yang saat ini berkuasa di Sudan, Partai Kongres Nasional (National Congress Party) |
36 | সুদানের আরো অনেক কয়েকজন টুইটার ব্যবহারকারীকে গ্রেপ্তার করার পর ছেড়ে দেয়া হয়। যেমন ওমর মাহগুবকে (@ওমরমাহগুব) আজকে ছেড়ে দেয়া হয়েছে। | Beberapa pengguna Twitter asal Sudan lainnya telah ditahan dan dibebaskan, seperti Omer Mahgoub (@OmarMahgoub), yang dibebaskan hari ini. |
37 | উসামাহ'র মতো একই ভবনে তাকে আটকে রাখা হলেও বলেছেন তিনি তাকে দেখেননি। | Ia ditahan di satu gedung yang sama dengan Usamah, tetapi tidak melihatnya. |
38 | উসামাহ ২৪ ঘন্টার বেশি সময় ধরে জন্যে কুখ্যাত এনআইএসএস-এর হেফাজতে রয়েছেন এবং তার টুইটার বন্ধুরা তার জন্যে #উসামাহকেমুক্তকর ব্যাবহার করে প্রচারাভিযান চালাচ্ছে। | Usamah telah ditahan oleh NISS selama lebih dari 24 jam dan rekan-rekannya di Twitter terus berkampanye demi kebebasannya dengan menggunakan hashtag #FreeUsamah. |
39 | খার্তুম এবং অন্যান্য রাজ্যে শাসকগোষ্ঠীর পতনের আহবান জানিয়ে চলমান বিক্ষোভের প্রাক্কালে আরো অসংখ্য শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের এনআইএসএস অপহরণ করে নিয়ে গিয়েছে যাদের অনেককে নির্যাতন করা হয়েছে। | Menyusul terjadinya berbagai demo di Khartoum dan negara bagian lainnya yang ingin melihat jatuhnya rezim kepemimpinan, banyak pendemo anti kekerasan yang telah diculik oleh NISS dan sebagian dari mereka telah disiksa saat dalam tahanan. |