Sentence alignment for gv-ben-20091114-7515.xml (html) - gv-ind-20091110-2521.xml (html)

#benind
1কিরগিজস্তান: শয়তানের খপ্পরেKirgizstan: Lambang setan di ibukota
2কিরগিজস্তানের রাজনৈতিক দল ইআরকে-এর (এরকিন কিরগিজস্তান-যার অর্থ, কিরগিজস্তানকে মুক্ত কর) নেতা সাইরবেক ঝুশুয়েভ।Shairbek Zhusuev, pemimpin partai ErK (Erkin Kyrgyzstan - terj.
3তিনি কিরগিজস্তানের অনেককে এক বিস্ময় উপহার দিতে সক্ষম হন, যখন তিনি ঘোষণা দেন যে দেশটির রাজধানী বিশকেক অনেক বছর ধরে শয়তানের খপ্পরে পড়ে রয়েছে। তার এই ঘোষণার কারণ, শহরটির মাঝে শয়তানের এক বিশাল প্রতীক চিহ্ন রয়েছে।Kirgizstan Bebas), mengejutkan banyak warga Kirgiz dengan megungkapkan bahwa ibukota Kirgizstan, Bishkek telah mengalami setanisasi bertahun-tahun lamanya akibat adanya sebuah lambang iblis di kota itu.
4তার মতে এটি শয়তানের অনুসারীদের কাজ। ঝুশুয়েভ বলেছেন, যখন তিনি গুগল আর্থ নামের মানচিত্র দেখার সাইটে ঘোরাফেরা করছিলেন, তখন তিনি এই প্রতীক চিহ্ন আবিষ্কার করেন।Zhusuev mengatakan bahwa dia menyadari kenyataan tersebut setelah melihat sendiri lambang tersebut di Google Earth yang menampilkan foto aerial sebuah daerah Bishek.
5গুগল আর্থে তিনি অনেক উপর থেকে বিশকেক শহরটিকে কেমন দেখায় সে সম্বন্ধে জানার চেষ্টা করছিলেন। বিশকেক শহরের ঠিক মাঝখানে পানফিলভ উদ্যানটি অবস্থিত।Menurutnya, taman Panfilov yang terletak di jantung kota Bishkek, di samping gedung Parlemen dan istana kenegaraan Rumah Putih, didirikan dalam bentuk Pentakel (aka Pentagram) yang secara luas digunakan sebagai simbol kepercayaan para satanis.
6এটি সংসদ ও হোয়াইট হাউজ নামক ভবনের ঠিক পাশেই অবস্থিত।24.kg yang mengutip Zhusuev mengatakan [ru]:
7উদ্যানটিকে পঞ্চভূজাকৃতির এক তারার মতো করে তৈরি করা হয়েছে, যা সারা বিশ্বের সবজায়গায় শয়তানের উপাসকদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ২৪. কেজি ঝুশুয়েভের মন্তব্য উদ্ধৃত করেছে [রুশ ভাষায়]:Aku menemukan sebuah foto yang menarik - taman di samping Panfilov terlihat dari atas berbentuk pentagram: sebuah simbol setan yang juga dikenal sebagai “Sigil of Baphomet” - simbol resmi Perkumpulan Satanis.
8আমি বেশ কৌতূহলজনক একটি চিত্র দেখতে পেলাম-উপর থেকে পানফিলভ উদ্যানে পাঁচটি কোণা তৈরি করে এমন এক জ্যামিতিক আকার রয়েছে, যা পেন্টাগ্রাম বা পঞ্চভুজ হিসেবে পরিচিত: এটি শয়তানের প্রতীক অথবা যাকে “সিগিল অফ বাফমেট” ( বাফমেন্ট: কারো কাছে প্রাচীন দেবতার প্রতীক হিসেবে পরিচিত, আবার কারো কাছে, হজরত মোহাম্মদ (স:)-এর দুর্নীতির প্রতীক হিসেবে পরিচিত, বিষয়টি মধ্যযুগে এক কবিতায় বর্ণনা করা হয়েছে) নামে জানা যায়- চার্চ অফ স্যাটান যা শয়তান পূজারীদের উপাসনালয়ের প্রতীক চিহ্ন।
9এটা বলা অবান্তর যে, ঘটনাক্রমে এটি শহরের মানচিত্রে প্রকাশ পেয়েছে, অথবা এটা প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের পতাকায় থাকা সেই তারকা চিহ্ন।Tidak masuk akal bila dikatakan bahwa pentagram tersebut muncul secara kebetulan dalam peta kota atau hanya merupakan lambang bintang Uni Soviet.
10বিশেষ করে যখন এর চেহারা নির্ভুলভাবে পৃথিবীর প্রতীয়মান বিন্দু বা কোণের সৃষ্টি করে।Karena bentuk yang tampil memiliki proporsi sudut-sudut sempurna yang mengacu ke seluruh penjuru dunia.
11এরক এর নেতা সাইরবেক ঝুশুয়েভ মনে করেন, বিসকেক নগরী থেকে এ ধরনের ধর্মীয় প্রতীক চিহ্ন অপসারণ করার এখনই সময়, বিশেষ করে যখন সেটি কাজাখস্তানের ঐতিহ্যবাহী নিজস্ব কোন ধর্মের প্রতীক নয়।Pemimpin partai ErK Shairbek Zhusuev merasa bahwa sudah saatnya untuk membersihkan Bishkek dari simbol-simbol kepercayaan seperti itu, karena simbol tersebut tidak mewakili agama dan kepercayaan asli Kirgizstan.
12ঝুশুয়েভের পূর্বে এরক পার্টির প্রধান ছিলেন তুরসানবি বাকির ঊলু। তিনি কিরগিজস্তানের প্রাক্তন ন্যায়পাল (সরকারি কর্মচারীর বিরুদ্ধে জনতার আনা অভিযোগের বিচার করেন যিনি)।Pendahulu Zhusuev, pemimpin partai ErK adalah Tursunbai Bakir uulu, mantan ombudsman Kirgizstan, yang dikenal dengan pernyataan publiknya yang pro-Islam.
13তিনি ইসলামপন্থী বিবৃতি প্রদানের জন্য সুপরিচিত ছিলেন। তুরসানবি বাকির ঊলু কিরগিজস্তানের মুসলিম ইউনিয়নের প্রধান এবং এআরকের একজন সদস্য।Tursunbai Bakir uulu adalah, pemimpin Ikatan Muslim Kirgizstan dan anggota ErK yang membakar bendera Israel di pusat kota Bishkek sebagai bentul protes penyerangan jalur Gaza.
14তিনি এ বছরের শুরুতে বিশকেকের কেন্দ্রস্থলে ইজরায়েলের পতাকা পুড়িয়েছেন।Pengguna internet Kirgiz dengan aktif mendiskusikan simbol setan terbesar di Bishkek.
15এটি তিনি করেছিলেন গাজায় তাদের অভিযানের প্রতিবাদের কারণে।Pengguna forum internet Diesel merupakan yang paling aktif memperdebatkan topik ini.
16কিরগিজস্তানের ইন্টারনেট ব্যবহারকারীরা সক্রিয়ভাবে বিসকেকের তথাকথিত সবচেয়ে বড় শয়তানের প্রতীক নিয়ে আলোচনা করছে।Alx. mengatakan bahwa pentagram merupakan simbol biasa dan tidak melulu bermakna relijius [ru]:
17এই বিষয় নিয়ে বিতর্কে সবচেয়ে সক্রিয় রয়েছেন ইন্টারনেট ফোরাম ডিজেল এর ব্যবহারকারীরা।Sungguh sulit mengkomentari keomong-kosongan macam ini.
18এলেক্স বলছে, পঞ্চভূজ একটা সাধারণ প্রতীক এবং তার সাথে সাধারণত ধর্মের কোন যোগাযোগ নেই [রুশ ভাষায়]:Mereka [para anggota partai] sperti tidak mempunyai hal lain yang lebih penting untuk dikerjakan!
19এই অর্থহীন বিষয় নিয়ে আলোচনা করা কঠিন। তাদের [এরক-এর সদস্য] এই সব বিষয় নিয়ে গবেষণা করা ছাড়া আর যেন কিছু করার নেই!Simbol setan serupa itu juga ada di lencana yang tersemat di bahu tiap anggota polisi di negeri ini.
20এই ধরনের তথাকথিত শয়তানের প্রতীক প্রত্যেকটি পুলিশের জামার কাঁধে এক লম্বা ফিতায় বাঁধা রয়েছে এবং একটি প্রতীকের প্রত্যেক কোণের বিষয়টি হল- এই সব কোণ দিয়ে সহজেই আকাশের তারা আঁকা যায়।Dan fakta mengenai sudut-sudut yang sempurna - yah, karena memang sudut-sudut tersebut diperlukan untuk menggambar bintang.
21একই ভাবে এটি সোভিয়েত ইউনিয়ন থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া এক প্রতীক চিহ্ন। ফোটো.Hal ini merupakan salah satu warisan nyata era Soviet.
22কেজি অভিযোগ করেছেন উক্ত দলের নেতা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মনোযোগ প্রদান করছে না। তবে তারপরেও ব্লগার আনন্দিত এই কারণে, যে নেতা কম্পিউটার ব্যবহার করতে জানে [রুশ ভাষায়]photo.kg menuduh ketua partai lalai menyoroti isu-isu lain yang lebih penting, namun lega karena dia tidak buta komputer [ru]:
23আমি মনে করি এআরকে দলের নেতার কিছুই করার নেই…আমি আনন্দিত যে দলের সদস্যরা কম্পিউটারে গেম খেলা ও ইন্টারনেটে অশ্লীল কোন সাইটে প্রবেশ করার বদলে, কম্পিউটার ও গুগল মানচিত্র ব্যবহার করা শিখছে।Menurutku ketua partai Erk sungguh kurang kerjaan… Aku lega bahwa anggota partai belajar menggunakan komputer dan Google Maps, alih-alih bermain kartu solitaire dan meluncur ke situs-situs porno.
24ডন.Don.
25স্পিকইংলিশ মনে করেন যে সারিবেক ঝুশুয়েভেকে অবশ্যই বিসকেক শহরের ইতিহাস সম্বন্ধে ভালোভাবে জানতে হবে [রুশ ভাষায়]।Speekenglish merasa bahwa Shairbek Zhusuev harus mengenal lebih baik sejarah kota Bishkek [ru]:
26জনাব: ঝু্শুয়েভেরে হয়তো জানা নেই যে এই উদ্যানটিকে এক সময় স্টার বা তারা উদ্যান বলে ডাকা হত।Mr. Zhusuev sepertinya tidak sadar bahwa taman itu awalnya dinamai “Bintang”.
27দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই উদ্যানটিকে পানফিলভ নামে ডাকা হয়। কাজাক্স!Taman tersebut berubah nama menjadi Panfilov setelah Perang Dunia II.
28ব্লগ কিছু তথ্য প্রদানের মধ্যে দিয়ে ঘটনার পরিহাস করেছে [রুশ ভাষায়]:CAJAX! menyoroti ironi situasi dengan fakta menarik [ru]:
29এদিকে দেখুন!Ngomong-ngomong!
30ফেরির (ছোট জাহাজ) চাকাগুলোকে শয়তানের চাকা নামে ডাকা হয় (রুশ ভাষায় Чертово колесо)।Roda Ferris di taman tersebut dinamai Roda setan (Rus. Чертово колесо).
31এটা সবকিছুর ব্যাখ্যা করে!Jelaslah sekarang!
32এ কারণেই উদ্যানটি শিশু এবং তরুণদের এতটা আকৃষ্ট করে- যাদের মনের বেশ দ্রুত পরিবর্তন হয়।Pantas saja taman tersebut menarik perhatian anak-anak dan kaum muda - orang-orang dengan kerapuhan psikologis.
33ধনীদের বাসায় সাঁতার কাটার স্থান এবং জুয়া খেলার জায়গা রয়েছে [পার্কের এলাকার কাছেই] যারা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে, পরিস্থিতি সেগুলোকে ঠিক করে দেবে।Rumah-rumah elit dengan kolam renang dan sebuah kasino [di wilayah taman] yang menjamur tentunya merupakan contoh upaya pelipur kebobrokan yang ada.
34যদি প্রতীকের কথা বলা যায়, তা হলে কাজাখস্তানের অনেক জায়গায় এখনো সোভিয়েত যুগের অজস্র প্রতীক ও চিহ্নের দেখা যায়, যার মধ্যে রয়েছে পঞ্চকোণাকৃতির তারা, লেলিনের মূর্তি, হাতুড়ি ও কাস্তে, ইত্যাদি।Membicarakan tentang lambang-lambang. Kirgizstan masih dipenuhi simbol-simbol dan lambang peninggalan era Soviet, termasuk bintang pentagram, patung-patung Lenin, palu dan arit, dll.
35এছাড়াও লেখাটি নিউইউরাশিয়া পোস্ট করা হয়েছে।Artikel ini juga muncul di neweurasia.