Sentence alignment for gv-ben-20100418-10447.xml (html) - gv-ind-20100521-3127.xml (html)

#benind
1মরোক্কো: খ্রিষ্টানরা কি বিপদের সম্মুখীন?Maroko: Benarkah Umat Kristen Disudutkan?
2গত মার্চের প্রথম দিকে, আমরা দেখেছি যে দীর্ঘদিন করে এতিমখানায় কাজ করতে থাকা প্রায় ২০ জন খ্রিষ্টান সাহায্যকর্মীদের সেই দেশ থেকে বের করে দেয়া হয় যাকে তারা তাদের বাড়ি বলত।Di awal bulan Maret, para pengamat media memberitakan bahwa kurang lebih 20 pekerja sosial beragama Kristen dideportasi [en] dari negeri yag mereka sebut rumah kedua mereka.
3এই ঘটনা, আর এর পরের গুলো, মরোক্কোতে খ্রিষ্টানদের ব্যাপারে যে বিতর্ক চলছে তা তুলে ধরেছে।Insiden tersebut serta insiden-insiden sesudahnya akhirnya menjadi perdebatan mengenai kondisi umat Kristen di kerajaan Maroko.
4যদিও মরোক্কোর সরকারী ভাষ্য হল যে তার জনসংখ্যার ৯৮. ৭-৯৯ শতাংশ মুসলিম (বাকি প্রায় ১% খ্রিশ্চান আর ০.Menurut stastik resmi 98,7 - 99% populasi menganut agama Islam (1% selebihnya menganut agama Kristen dan 0,2% beragama Yahudi).
5২% ইহুদি), এই হিসাবের মধ্যে জাতিগত ইউরোপিয়ান আছেন যারা মরোক্কোতে বাস করেন।Statistik tersebut mengikut sertakan WNA asal Eropa yang menetap di Maroko.
6ধর্মান্তর করা বেআইনি এখানে, যেমন ইসলাম থেকে অন্য ধর্মে যাওয়া।Negara melarang aktivitas misionaris, begitu juga dengan berpindah ke agama selain Islam.
7তারপরেও বিদেশী খ্রিষ্টানদের স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেয়া হয়। আর বেশ কিছু গির্জা আছে দেশে, বেশীরভাগ ফরাসী উপনিবেশ আমলের।Namun, umat Kristen berkewarganegaraan asing masih diperbolehkan beribadah dengan bebas, dan sejumlah Gereja yang sebagian besar didirikan oleh pemerintah Kolonial Prancis masih terus digunakan.
8এর সাথে তুলনায় দেশের ক্ষুদ্র ইহুদি গোত্র প্রায় পুরোটাই স্থানীয়, আর তাদেরকে তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে দেয়া হয়।Sebaliknya, populasi umat Yahudi di kerajaan ini hampir keseluruhannya penduduk lokal, mereka juga dibebaskan beribadah sesuai dengan kepercayaan mereka.
9ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা সত্ত্বেও, মনে হচ্ছে সরকার এখন ধর্মান্তরের ব্যাপারে কঠোর হচ্ছেন, সত্যি আর কাল্পনিক, দুই ক্ষেত্রেই।Meskipun kebebasan beribadah dijamin oleh negara, sepertinya akhir-akhir ini pemerintah semakin bersikeras dalam menghadapi aksi misionari, baik aksi nyata maupun tuduhan tak berdasar.
10দ্যা মরোক্কোন ডিস্প্যাচেস সাম্প্রতিক একটি ঘটনার কথা বলেছেন যেখানে একজন মিশরীয় ক্যাথলিক পাদ্রী কে দেশ থেকে বের করে দেয়া হয়:The Moroccan Dispatches menuliskan kisah insiden yang baru saja terjadi [en] yang melibatkan seorang Pendeta Katolik berkewarga negaraan Mesir:
11ইভাঙ্গেলিকানরা অনেক বছর ধরে মরোক্কোতে কাজ করছেন, তাদের প্রধান লক্ষ্য হল মুসলিমদের ধর্মান্তর।Misionaris telah ada di Maroko selama bertahun-tahun, tugas utama mereka adalah membuat warga berpindah dari agama Islam.
12ক্যাথলিকরা এর থেকেও বেশী দিন ধরে কাজ করছেন, কিন্তু ইচ্ছা করে ধর্মান্তরের চেষ্টা করেননি।Umat Katolik telah ada jauh lebih lama dari mereka (para misionaris), namun mereka tidak pernah terlibat dalam aktivitas misionaris.
13তাই এটা বিস্ময় হিসাবে এসেছিল যে একজন ক্যাথলিক পাদ্রীকেও গত সপ্তাহের অভিযানের সময়ে আটক করে পাঠিয়ে দেয়া হয়।Sungguh mengejutkan bahwa seorang Pendeta Katolik di tangkap dan dideportasi selepas aksi razia minggu lalu.
14এই ব্লগার মরোক্কোতে কাজ করা একজন ক্যাথলিক ধর্মযাজকের বার্তা জানিয়েছেন:Narablog yang sama juga mengisahkan pesan yang dia terima dari sebuah gereja di kota Casablanca:
15মার্চ ৭ রবিবার, প্রার্থনা শুরুর পাঁচ মিনিট আগে; লারাচ শহরের পুলিশ আমাদের আশ্রমে প্রবেশ করে একজনকে গ্রেপ্তার করেন, তরুণ একজন মিশরীয় ধর্মযাজক রামি জাকি, যিনি এক বছর আমাদের সাথে ছিলেন, তাকে আদেশ দেয়া হয় পুলিশের সাথে যাওয়ার জন্য।
16কোন কিছু সাথে নেয়ার সুযোগ পায়নি সে, আর তার গ্রেপ্তারের কোন কারন জানান হয়নি… … রামিকে যখন প্লেনে তোলা হয়, তার পাসপোর্ট তার কাছ থেকে নিয়ে পাইলটের কাছে দেয়া হয় যে সেটা পরে কায়রোতে পুলিশের কাছে রামিসহ জমা দেন।Hari Minggu tanggal 7 Maret, lima menit sebelum Misa di mulai, polisi dari kota Larach memasuki biara dan menangkap salah satu Pater kami yang bernama Rami Zaki, Pater muda berkewarganegaraan Mesir yang menetap bersama dengan kami selama setahun.
17তাকে কায়রোতে পুলিশ আরো সাত ঘন্টার জন্য আটক করে রাখেন জিজ্ঞাসাবাদের জন্য যার পরে তাকে অন্যান্য পাদ্রীর সাথে যোগাযোগের সুযোগ দেয়া হয়।
18রবিবার, তার গ্রেপ্তারের দিন থেকে, মঙ্গলবার বিকাল পর্যন্ত, যখন তাকে ছেড়ে দেয়া হয়, ৫০ ঘন্টার বেশী সময়- রামি মরোক্কো আর মিশরের পুলিশ দ্বারা সকল মানবাধিকার বঞ্চিত ছিলেন।
19আর একটা পোস্টে, ব্লগার জানিয়েছেন যে জনগণ এই কাজে সহায়তা করছে; একটা ঘটনার কথা বলে যেখানে অনেক দিনের পুরানো ক্রুশকে তার স্থান থেকে সরিয়ে দেয়া হয়:Dia diperintahkan untuk ikut dengan para polisi dan tidak diperkenankan mengambil barang apapun, apalagi diberi penjelasan akan penangkapannya…
20যেখানে একসময়ে ক্রুশ ঝুলত ভালো দিক চিন্তা করলে, যেসব মরোক্কোবাসী তাদের কাজ থেকে উপকার পেয়েছেন তারা ক্রুশটি পুনর্নিমাণ করে দিতে চেয়েছেন।…Rami diperintahkan menumpang sebuah pesawat, sementara Paspornya disita dan dihibahkan kepada pilot pesawat yang kemudian menyerahkan dia kepada pihak kepolisian Kairo.
21সাম্প্রতিক একটা পোস্টে, একই ব্লগার এই পরিস্থিতিতে তেলকুয়েলে প্রকাশিত একটা রিপোর্টের মূল্যায়ন করেছেন, আর সেই সম্পর্কে বলেছেন:Dia ditahan oleh pihak kepolisian Kairo selama tujuh jam dan diinterogasi sebelum akhirnya diperkenankan menelpon Ordonya.
22মূল প্রতিবেদনে, বলা হয়েছে যে বেশীরভাগ মরোক্কোবাসী খ্রীষ্টান হন আরবি মিডিয়ার কারনে, বিদেশী ধর্মযাজকদের কারনে না। এটা আমার অভিজ্ঞতার সাথে তালে তাল মেলায়।Sejak hari Minggu dia ditangkap hingga jari Selasa siang dia dibebaskan - total 50 jam - hak asasi Rami dilecehkan oleh Polisi Maroko dan Polisi Mesir.
23আমি বেশ কিছু মরোক্কোবাসীকে চিনি যারা খ্রীষ্টান ধর্মযাজকদের সাথে দীর্ঘ আলোচনা করেছেন ধর্ম নিয়ে কিন্তু কেউ ধর্মান্তরিত হননি।Dalam pos lainnya, sang narablog juga menceritakan bagaimana warga turut andil dalam razia yang mengakibatkan rusaknya Salib simbol agama yang telah terpatri bertahun-tahun lamanya:
24কেউ কেউ ইসলামকে সমর্থন করেছেন নেশা করতে করতে কেবলমাত্র খ্রিস্টানদের ক্ষুব্ধ করার জন্য - এর থেকে বোঝা যায় কতজন মরোক্কোবাসী তাদের ইসলামি পরিচয় বোঝেন।Dinding tempat sebuah patung Salib tua yang dihancurkan di Meknes Di tempat Medina (kota tua) Meknes ini tadinya terpatri sebuah patung Salib.
25বিদেশী ধর্মযাজকদের ব্যাপারে এই তথ্য অবশ্য সম্প্রতি অনেক বিদেশীদের বের করে দেয়াকে ছোট করে দেখায়। পরিশেষে, ব্লগার সম্প্রতি মিডিয়ার উপরে আঘাতের ব্যাপারে বলেছেন আর দু:খ করেছেন যে:Para penganut Katolik mendidik warga Maroko kemahiran berbahasa dan pendidikan kejuruan di gedung ini, mereka (umat Katolik) tidak pernah melakukan aksi misionari namun mereka juga terkena imbas sentimen anti Kristen yang terjadi menyusul pendeportasian umat Kristen.
26অন্যান্য মিডিয়া যারা সরকারের সমালোচনা করছে তাদেরকে বন্ধ করা হয়েছে।Minggu lalu, sebuah patung Salib di hancurkan hingga berkeping-keping.
27আর একই জিনিষ হতে পারে তেলকুয়েলের সাথে। কিন্তু যতক্ষণ তারা আছে, অন্তত কিছু বিতর্ক আর সমালোচনামূলক চিন্তা থাকবে বর্তমান ঘটনা নিয়ে।Kabar baiknya, warga Maroko yang belajar di perguruan tersebut mengajukan diri mereka sebagai sukarelawan untuk membuat kembali simbol keagamaan yang dihancurkan tersebut.