Sentence alignment for gv-ben-20110408-16955.xml (html) - gv-ind-20110525-3682.xml (html)

#benind
1ইউক্রেন: স্ট্যালিন চা এক বিতর্ক উসকে দিয়েছেUkraina: Teh “Stalin” Memicu Kontroversi
2সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে [ ইউক্রেনীয় ভাষায়], ৪৬ শতাংশ ইউক্রেনের নাগরিক সোভিয়েত শাসনামলের প্রতি স্মৃতিকাতর হয়ে পড়েন, তবে এদের বেশির ভাগই পেনশনভোগী নাগরিক, এবং তারা একই সাথে দেশটির পূর্ব এবং দক্ষিণাঞ্চলের বাসিন্দা।Menurut survei teranyar [uk], lebih dari 46 persen masyarakat Ukraina bernostalgia tentang Rusia, kebanyakan dari mereka adalah para pensiunan, hal yang sama juga dirasakan oleh penduduk dari wilayah Timur dan Selatan Ukraina.
3এদিকে পশ্চিম ইউক্রেনের ১৮ শতাংশ বাসিন্দা এবং ১৯ শতাংশ তরুণ নাগরিক একই ধরনের আবেগকে ধারণ করে থাকে।Demikian juga, 18% Ukraina Barat dan 19% para pemuda merasakan hal yang sama.
4অল্প সময় আগে শেষ হয়ে যাওয়া কমিউনিস্ট অতীতের প্রতি এ রকম ঝাপসা হয়ে টিকে থাকা মনোভাবের বিষয়টি বিভিন্ন ধরনের পণ্য প্রস্তুতকারীরা আগ্রহভরে গ্রহণ করেছে, যারা বছরের পর বছর ধরে তাদের পণ্যকে বাজারে বিক্রি করা জন্য সোভিয়েত আমলের প্রতীককে ব্যবহার করে আসছে।Sikap tidak konsisten terhadap masa lalu komunis yang akhir-akhir ini terjadi dieksploitasi dengan cepat oleh para pengusaha, yang selama bertahun-tahun menggunakan simbol-simbol Rusia untuk memasarkan dagangan mereka.
5তবে সম্প্রতি ইউক্রেনের নিজস্ব উৎপাদিত চায়ের প্রচারণার জন্য পণ্যের নাম সমালোচিত সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্ট্যালিনের নামে রাখা হয়, যা ইউক্রেনের নেট নাগরিকদের মাঝে এক উত্তপ্ত আলোচনার সৃষ্টি করে, যাদের অনেকে মনে করে যে এবার এই পণ্যের বিপণন ব্যবস্থাপকেরা সীমা পার করে ফেলেছে।Meskipun begitu, baru-baru ini ada promosi produk lokal yaitu teh yang dinamakan sesuai diktator terkenal dari Rusia Joseph Stalin memicu diskusi panas di antara netizen Ukraina, banyak di antara mereka merasa pengusaha-pengusaha itu sudah melewati batas.
6ফ্রেব্রুয়ারি মাসে, দিনোপ্রোপেট্রোভস্ক শহরের ইন্টারেনট ফোরাম ব্যবহারকারী ভোতোরই বিলবোর্ড বিজ্ঞাপনের বেশ কিছু ছবি প্রদর্শন করছে, যা “স্ট্যালিন” নামক চায়ের বিজ্ঞাপন।Pada Februari, pengguna Internet forum Vtoroy dari kota Dnipropetrovsk berbagi beberapa foto baliho iklan teh “Stalin”.
7সে এখানে এই কথাগুলো লিখেছে [রুশ ভাষায়]:Ia menulis sebagai berikut [ru]:
8এই প্রথম আমি [বাইরে এক বিজ্ঞাপন] দেখতে পেলাম, কোথাও স্ট্যালিনের সত্যিকারের ছবি ব্যবহার করা হয়েছে।Ini adalah pertama kalinya saya melihat [iklan terbuka] foto Stalin dengan nyata.
9তবে কয়েকজন ব্লগার খেয়াল করেছেন যে এই পণ্যটি তিন বছর ধরে মাঝে মাঝে বাজারে পাওয়া যায়, আবার মাঝে মাঝে পাওয়া যায় না।Namun beberapa narablog berkata bahwa merk tersebut sudah masuk dan keluar dari pasar selama tiga tahun terakhir.
10২০০৮ সালে যখন প্রথম এই পণ্যটি দেখা যায়, তখন এলজে ব্যবহারকারী স্প্যারো_হক এই কথাগুলো লিখেছিল [ইউক্রেনের ভাষায়]:Ketika pertama kali melihatnya pada 2008, pengguna LJ sparrow_hawk menulis sebagai berikut [uk]:
11যে ভাবে এটি ফেনিয়ে ওঠে: রক্তে গরম করে তোলে, এবং প্রচণ্ডভাবেCara menggodoknya: di darah. Dan kuat.
12এলজে ব্যবহারকারী বুলাভেক, ডোনেৎস্ক এলজে কমিউনিটিতে একটি স্টোরের তাকে রাখা স্ট্যালিন চা-এর ছবি পোস্ট করেছে এবং লিখেছে [ইউক্রেনীয় ভাষায়] যে ২০০৯ সাল থেকে আবার তা ডোনেৎস্ক এবং দিনোপ্রোপেট্রোভস্ক-এ, এই চায়ের বিক্রি শুরু হয়েছে।Pengguna LJ bulavec memposkan sebuah foto teh “Stalin” yang ada di rak di sebuah toko di komunitas LJ Donetsk dan mengatakan [uk] bahwa teh tersebut dijual di Donetsk dan Dnipropetrovsk pada 2009 lalu.
13সে সময় ক্রিমিয়ার এলজে ব্যবহারকারী তামিলা তাসেভা (তামিলা_তাসেভা) লিখেছিল [ইউক্রেনীয় ভাষায়] যে তার এলাকায় এই চা দেখতে পাওয়া যাচ্ছে না:Sekitar tahun tersebut, pengguna LJ Tamila Tasheva (tamila_tasheva) dari Crimea menulis [uk] bahwa ia juga pernah melihat teh itu di wilayahnya.
14দৃশ্যত, এ বছর “স্ট্যালিন” চা আবার ইউক্রেনের বাজারে ফিরে এসেছে।Ternyata teh “Stalin” tahun ini kembali lagi ke pasar Ukraina.
15কয়েকদিন আগে ফেসবুক ব্যবহারকারী ফাদার নিকোনার স্কিপিন এই চায়ের বিজ্ঞাপনের বিলবোর্ডের আরেকটি ছবি আমাদের প্রদর্শন করে, যে ছবিটি সম্প্রতি দিনোপ্রোপেট্রোভস্ক এলাকা থেকে নেওয়া হয়েছে:Beberapa hari lalu, pengguna Facebook Father Nikanor Skipin berbagi sebuah foto lainnya yang juga merupakan baliho iklan teh yang ada di Dnipropetrovsk:
16ইউক্রেনের দিনোপ্রোপেট্রোভস্ক-এ, স্ট্যালিন চায়ের বিজ্ঞাপন।Iklan teh Stalin di Dnipropetrovsk, Ukraina.
17ছবি নিকানোর স্কিপিন-এর।Foto oleh Nikanor Skipin
18এই ছবির নীচে, সে নীচের প্রশ্নটি পোস্ট করেছে [ইউক্রেনীয় ভাষায়]:Di bawah foto itu, ia memposkan [uk] pertanyaan sebagai berikut:
19কি ভাবে আপনারা এই ধরনের নির্বুদ্ধিতা পছন্দ করেন???Apa pendapat kalian akan kebodohan ini ???
20ব্যবহারকারী ত্যায়াখোলাজ ইগোর একমত [ইউক্রেনীয় ভাষায়]:Pengguna Tykholaz Igor setuju[uk]:
21নির্বোধ…konyol…
22ব্যবহারকারী ভ্লাদ পুপিয়েচ লিখেছে [ইউক্রেনীয় ভাষায়]:Pengguna Vlad Pupych menulis [uk]:
23[আমি] শঙ্কিত, যে আমি হয়ত বিষাক্রান্ত হতে পারি।[Saya] takut diracuni.
24ব্যবহারকারী আলিনা লুকাশেভিচ লিখেছে [রুশ ভাষায়]:Pengguna Alina Lukashevich menulis [ru]:
25এই পণ্য প্রস্তুতকারীরা উত্তম রসিক)))Produser (iklannya -penerjemah) punya selera humor yang bagus))))
26এছাড়াও ব্যবহারকারী সের্গে বাচা মন্তব্য করেছে [রুশ ভাষায়]:Pengguna Sergey Bacha juga berkomentar [ru]:
27যে কোন ভাবেই হোক, এই চা [বয়স্ক] নাগরিকদের জন্য, যে কারণে তারা এর প্রতীক হিসেবে স্ট্যালিনের ছবি বেছে নিয়েছে […][…]Teh ini, tentu saja, ditujukan untuk [orangtua], itulah mengapa mereka menggunakan potret Stalin. […]
28ব্যবহারকারী ভ্যালেরি কোলাসিইয়ুক এর জবাব দিয়েছেন [ইউক্রেনীয় ভাষায়]:Pengguna Valeriy Kolosyuk menanggapi [uk]:
29আমার দাদির বয়স ৮৯ বছর।Nenek saya hampir 89.
30আমি দেখিনি যে সে কখনো স্ট্যালিনের প্রতি সহানুভূতিশীল ছিল।Saya belum pernah melihatnya bersimpati dengan Stalin.
31বেলারুশের একজন ফেসবুক ব্যবহারকারী, এলেস রেজনিকভ লিখেছে [বেলারুশের ভাষায়]:Pengguna Facebook dari Belarus, Ales Reznikov, menulis [be]:
32এই বিষয়টি বেলারুশের নাগরিকদের তেমন বিস্মিত করেনি।Hal ini tidak mengagetkan penduduk Belarus
33সোভিয়েত উত্তর যুগে আরেকটি দেশে বিপণনের জন্য স্ট্যালিনের ছবি ব্যবহার করা হয়, তার উদাহরণ আমাদের সামনে তুলে ধরে কিয়েভ ভিত্তিক এলজে ব্যবহারকারী এবং ফটোগ্রাফার বোগা৪ ২০১০ -এর কিছু ছবি পোস্ট করেছে। এই ছবিগুলো হচ্ছে মদের বোতলের যেগুলো জর্জিয়ার এক উপহারের দোকান থেকে নেওয়া।Memakai Stalin untuk digunakan sebagai tujuan pemasaran di negara pasca-Rusia, pengguna LJ dan fotografer yang berbasis di Kiev boga4 memposkan sebuah foto tahun 2010 yaitu foto anggur yang diambil di toko cendera mata di Georgia [negara kelahiran Joseph Stalin].
34[জর্জিয়া জোসেফ স্ট্যালিনের জন্মভূমি] জর্জিয়ার এক উপহারের দোকানে স্ট্যালিন নামক মদের বোতল সাজিয়ে রাখা হয়েছে।Sebuah botol anggur Stalin di toko cendera mata di Georgia.
35ছবি এলজে ব্যবহারকারী বোগা৪-এর।Foto oleh pengguna LJ boga4
36যদিও ২০০৭ সালে ইউক্রেনের রাষ্ট্রপতি ভিক্টর ইয়ুশচেঙ্কো হলোডোমোর (১৯৩২-৩৩ সালে সংঘটিত ইউক্রেনের কৃত্রিম দুর্ভিক্ষের নাম)-এর জন্য যারা দায়ী তাদের সকল প্রতীক এবং মূর্তি নিষিদ্ধ করার এক আদেশ জারি করে (এই আদেশের মধ্যে সকল সোভিয়েত নেতা অর্ন্তভুক্ত রয়েছে), তবে এই নির্দেশ খুব কমই পালন করা হয়।Meskipun pada tahun 2007 mantan Presiden Ukraina, Victor Yushchenko, mengeluarkan keputusan untuk melarang segala simbol dan monumen yang berkaitan dengan mereka yang bertanggungjawab akan Holodomor (yang merupakan pemimpin Rusia), keputusan ini tidak berjalan dengan baik.
37২০১০ সালের জাপোরিঝাঝিয়ায় স্ট্যালিনের মূর্তি ভাঙ্গার দায়ে তরুণ একটিভিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিচার করা হয়, এই বাস্তবতা বর্তমান প্রশাসনের মনোভাব তুলে ধরছে।Tingkah laku para pihak keamanan yang bertolakbelakang dengan menangkap para aktivis muda yang merusak monumen Stalin di Zaporizhzhya pada tahun 2010 telah dituntut atas dasar terorisme.