# | ben | ind |
---|
1 | জি২০ভয়েস প্রকল্পে গ্লোবাল ভয়েসেস সহায়তা করছে | Global Voices Dalam Projek G20Voice |
2 | জি২০ ভয়েস প্রকল্পের অংশ হিসেবে সারা বিশ্বের ৫০ জন ব্লগার লন্ডনে জমায়েত হয়েছেন। | |
3 | বিশ্ব নেত্রীবৃন্দ আজ (২রা এপ্রিল) লন্ডনের জি২০ সমিট উপলক্ষে এক সাথে মিলিত হয়েছেন এবং এই ব্লগাররা একই সময় লন্ডনে সমাবেত হয়েছেন আমাদের ‘চোখ ও কান' হিসেবে উপস্থিত থাকতে। | Sebagai bagian dalam Projek G20Voice, 50 bloger dari seluruh dunia berkumpul di London dan bertindak sebagai “mata dan telinga” kita dalam konferensi yang dihadiri para pemimpin dunia (tanggal April 2) dalam pertemuan tingkat tinggi G20 Summit. |
4 | ২২টি ভিন্ন দেশের ব্লগাররা এসেছেন এবং তারা বিশ্বের ১৪০ কোটি অনলাইন পাঠক এবং অংশগ্রহনকারীর প্রতিনিধিত্ব করছেন। | Para bloger datang “dari 22 negara berbeda, dan mereka mewakili 14 juta pembaca dan warga dunia maya di seluruh dunia.” |
5 | জি২০ভয়েস প্রকল্পের অংশীদার হতে পেরে গ্লোবাল ভয়েস খুশী। | |
6 | এই প্রকল্পের সাথে আছে অক্সফাম গ্রেট ব্রিটেন, সেভ দা চিলড্রেন, ওয়ান, এবং ব্লু স্টেট ডিজিটাল। | Global Voices bangga bertindak sebagai partner dalam Projek G20Voice, berdampingan dengan Oxfam Inggris Raya, Save the Children, One, dan Blue State Digital. |
7 | জি২০ভয়েস কাভারেজ দেখুন এখানে http://www.whitebandaction.org/en/g20voice | Lihat liputan khusus G20Voice pada http://www.whitebandaction.org/en/g20voice |