Sentence alignment for gv-ben-20110405-16807.xml (html) - gv-khm-20110505-118.xml (html)

#benkhm
1អ៊ីរ៉ង់ ៖ បាតុកម្មដោយសារបឹងរីងស្ងួត
2ইরান: একটি হ্রদকে শুকিয়ে ফেলার বিরুদ্ধে প্রতিবাদ ইরানের আজারবাইযান এলাকার তাবরিজ এবং উরমিয়া (ইরানের উত্তর-পশ্চিমাংশের) শহর থেকে ২ এপ্রিল, ২০১১-এ, ডজন খানেক প্রতিবাদকারীকে গ্রেফতার করা হয় ।មាន អ្នកតវ៉ារាប់សិបនាក់ត្រូវបានគេចាប់ខ្លួននៅថ្ងៃទី២ខែមេសាឆ្នាំ២០១១ នៅ តំបន់ អាស៊ែបៃហ្សង់ (Azerbaijan) របស់ប្រទេសអ៊ីរ៉ង់ នៅក្នុងទីក្រុងតាប្រ៊ីស (Tabriz) និងអើមៀ (ប៉ែកខាងលិចឆៀងខាងជើងនៃប្រទេស អ៊ីរ៉ង់)។ ពេលនេះបាតុកម្មមិនមែនមកដើម្បីប្រជាធិបតេយ្យ និងសេរីភាពនោះទេប៉ុន្តែផ្ទុយទៅវិញគឺជាការទាមទារឲ្យរដ្ឋាភិបាលការពារ បឹងអើមៀដែលជាបឹងទឹកប្រៃធំជាងគេនៅលើពិភពលោក។
3এই বার প্রতিবাদকারীরা গণতন্ত্র বা স্বাধীনতার দাবীতে বিক্ষোভ করছিল না, তা বদলে তারা সরকারের কাছে লেক উরমিয়া নামক হ্রদটি রক্ষার দাবি জানাচ্ছিল।ការកសាងទំនប់ទឹកមួយនៅលើផ្នែកមួយនៃបឹងដែលនាំឲ្យមានភាពរាំងស្ងួតនាពេលថ្មីៗនេះបានកាត់បន្ថយការទទួលបាន បរិមាណទឹកប្រចាំឆ្នាំនៃបឹងអើមៀ យ៉ាងខ្លាំង។ ការផ្លាស់ប្តូរនេះបែរជាបង្កើនជាតិអំបិល និងធ្វើបក្សីជាច្រើនមិនអាចនៅក្បែរបាន។
4উরমিয়া বিশ্বের অন্যতম এক বৃহৎ লোনা পানির হ্রদ।ពួកអ្នកតវ៉ាស្រែកថា៖ “បឹងអើមៀ កំពុងហួតហែងរកទឹក” និង “បំផ្លាញទំនប់ទឹកចោលទៅ ហើយ ឲ្យទឹកហូរចូលក្នុងបឹងអើមៀ វិញ” ។
5হ্রদের একটি অংশে বাঁধ নির্মাণ করা হয়েছে, যেখানে সাম্প্রতি খরার মৌসুম চলছে, যার ফলে উরমিয়া জলাধারে বছরে যে পরিমাণ পানি থাকে, এবার তা উল্লেখযোগ্য হারে কমে এসেছে।
6ফলে সেখানে লবণাক্ততা বেড়ে গেছে, এবং অনেক পাখি সেই এলাকা ছেড়ে চলে গেছে।នៅលើគេហទំព័រ Tabrizsesi មានរូបថតជាច្រើន ដូចរូបមួយខាងលើដែលបង្ហាញពីបាតុកម្មនៅថ្ងៃនេះ។ Az inavr o Oonvar និយាយថា[fa]
7বিক্ষোভকারীরা আওয়াজ তোলে: “লেক উরমিয়া তৃষ্ণার্ত” এবং “ বাঁধ ভেঙ্গে দাও, আর পানির স্রোতকে লেক উরমিয়াতে বইতে দাও”।
8তাবরিজসেই নামক ওয়েবসাইটে, আজকের বিক্ষোভের বেশ কিছু ছবি রয়েছে- যেমন উপরে ছবিটি। এজ ইনভার ও ওওনভার বলছে[ফরাসী ভাষায়]ថ្ងៃនេះយើងអាចនិយាយបានថា ប្រជាជនអ៊ីរ៉ង់ អាស៊ែបៃហ្សង់ បានក្រោកឡើង តវ៉ាដើម្បីសង្គ្រោះបឹង អើមៀ។ ពលរដ្ឋអ៊ីរ៉ង់ផ្សេងទៀតនៅក្នុងទីក្រុងផ្សេងៗគ្នាដូចជា តេហេរ៉ង់ (Tehran) និង ស៊ីរ៉ាស (Shiraz) គួរតែគាំទ្រនូវចលនានេះដែលជាសញ្ញានៃសាមគ្គីភាព។
9আজ আমরা দেখতে পাচ্ছি যে ইরানের আজারবাইযানি নাগরিকরা জেগে উঠেছে এবং লেক উরমিয়া রক্ষার দাবিতে বিক্ষোভ করছে।
10তেহরান এবং সিরাজের মত ইরানের অন্য শহরের নাগরিকদের ঐক্যের প্রতীক হিসেবে এই আন্দোলনকে সমর্থন করা উচিত।
11উরমিসিলেরি ব্লগ লিখেছে [ফরাসী ভাষায়] যে প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্য অনুসারে, উরমিয়ায় প্রায় ৩০০ লোক বিক্ষোভ প্রদর্শন করার চেষ্টা করে, কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাদের দমন করে এবং বেশ কিছু লোককে গ্রেফতার করা হয়।
12লেক উরমিয়াতে ১২০ টি দ্বীপ রয়েছে, এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপটির নাম কাবোডি। এই দ্বীপে হালাকু খানের কবর রয়েছে।ប្លុកUrmuiscileri បានសរសេរថា [fa] យោងទៅលើសាក្សីឃើញផ្ទាល់ភ្នែក ប្រជាជនប្រហែល៣០០នាក់ព្យាយាមចាប់ផ្តើមបាតុកម្ម នៅបឹងអើមៀ ប៉ុន្តែពួកគេត្រូវបានបង្ក្រាបដោយកម្លាំងសន្តិសុខ ហើយប្រជាជនជាច្រើនទៀតត្រូវបានចាប់ខ្លួន។
13হালাকু খান বিখ্যাত মোঙ্গল সম্রাট চেঙ্গিস খানের নাতি। খ্রিস্টপূর্ব ৯ শতকে অ্যাসিরিয় ইতিহাসে লেক উরমিয়ার নাম জানা পাওয়া যায়।បឹងអើមៀ មាន កោះចំនួន១០២ ហើយបឹងដែលធំលំដាប់ទីពីរគឺ កាប៊ូឌី (Kaboudi)។ នេះជាកន្លែងបញ្ចុះសពនៃ Hulagu Khan ចៅរបស់ Genghis Khan ដែលជាអធិរាជនៃចក្រភពម៉ុងហ្គោលី។ ការលើកឡើងដំបូងបង្អស់ស្ដីពី បឹងអើមៀ គឺតាមរយៈឯកសាររបស់ អាស៊ីរៀន (Assyrian) សតវត្សរ៍ទី៩ មុនគ្រិស្តសករាជ ។ មើលរូបភាពសម្រស់របស់បឹងនេះនៅលើ Abdolian.com.
14এই লেক সম্বন্ধে ইতিহাসের প্রথম দিককার যে সব তথ্য পাওয়া যায় এটি তার মধ্যে অন্যতম।
15এবডোলিয়ান.
16কমে প্রকাশিত ছবিতে এই হ্রদের সৌন্দর্য উপভোগ করুন।