# | ben | khm |
---|
1 | ইরানঃ কর্তৃপক্ষ পরিবেশবাদী ব্লগারের বিরুদ্ধে মামলা করেছে | |
2 | হৌমান খাকপুর একজন পরিবেশবাদী ব্লগার। | អ៊ីរ៉ង់: អ្នកសរសេរប្លុកស្តីពីបរិស្ថានត្រូវអាជ្ញាធរដាក់ពាក្យបណ្តឹង |
3 | চাহারমহাল বাখতিয়ারি প্রদেশের রাষ্ট্রীয় পরিবেশ রক্ষা বিভাগ তার বিরুদ্ধে মামলা করেছে। | |
4 | এই প্রদেশে একটি গ্যাস লাইন বসানোর ফলে তা পরিবেশের উপর কি ধরনের বিপদ নিয়ে আনবে, এই বিষয়ে কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়। | |
5 | খাকপুর তার ব্লগ ডিডেহ বান তাবিতে বাখতিয়ার-তে (বাখতিয়ারির পরিবেশ পর্যবেক্ষক) বিষয়টি ব্যখ্যা করেছে। | |
6 | তার বিরুদ্ধে “জনমতকে বিরক্ত করা” এবং “মিথ্যা সংবাদ ছড়ানোর” অভিযোগ আনা হয়েছে। শনিবার ২৮ মে, ২০১১ তারিখে সে লিখছে [ফার্সী ভাষায়]: | ហ៊ូមែន ខាកផរ (Houman Khakpour) ជាអ្នកសរសេរប្លុកស្តីពីបរិស្ថានរបស់ប្រទេសអ៊ីរ៉ង់ត្រូវបានប្តឹងដោយការិយាល័យការពារបរិស្ថានដែលគ្រប់គ្រងដោយរដ្ឋាភិបាលក្នុង ខេត្ត ឆាម៉ាហាល បាក់ទីយ៉ារី (Chahrmahal Bakhtyari) ដោយសារតែការដាស់តឿនពីគ្រោះថ្នាក់នៃគម្រោងបំពង់បង្ហូរឧស្ម័នសម្រាប់បរិស្ថានក្នុងតំបន់។ |
7 | টাঙ্গ-এ সাইয়েদ নামের একটি সংরক্ষিত এলাকার মাঝ দিয়ে গ্যাসের পাইপলাইন বসানোর জন্য রাস্তা নির্মাণের বিষয়ে আমি একটি পোস্ট লিখেছিলাম। | |
8 | এরপর চাহারমহল বাখতিয়ারি এলাকার পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর আমার বিরুদ্ধে মামলা করে এবং এখন এর জন্য শাহের কার্দ শহরের এক বিচারকের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। | |
9 | এই বিষয়ে আমার লেখা পোস্টটি বেশ কিছু ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। পরিবেশবাদী ব্লগার হৌমান খাকপুর। | ខាកផរ បាននិយាយពន្យល់នៅក្នុងប្លុករបស់គាត់ Dideh ban Tabiate Bakhtyari (អ្នកឃ្លាំមើលធម្មជាតិនៅបាក់ទីយ៉ារី) ថាគាត់ប្រឆាំងនឹងបទចោទប្រកាន់ “រំខានដល់គំនិតសាធារណៈ” និង “ការផ្សាយព័ត៌មានមិនពិត” ។ កាលពីថ្ងៃសៅរ៍ ទី២៨ ខែឧសភា ឆ្នាំ២០១១ គាត់បាន សរសេរថា [fa]: |
10 | এক মাস আগের এই বির্তকিত পোস্টে, হৌমান খাকপুর যুক্তি প্রদান করেন [ফার্সী ভাষায়] যে পরিবেশ সংরক্ষণ বিভাগ ঠিক সংরক্ষতি এলাকার পাশ দিয়ে তৈরি হতে যাওয়া ১০ কিলোমিটারের গ্যাস পাইপ লাইন এবং রাস্তার ব্যাপারে কোন প্রতিবাদ করেনি। | |
11 | মোজগান জামশিদি, ইরানের এক অন্যতম পরিবেশবাদী সাংবাদিক এবং ব্লগার। ভদ্রমহিলা এই সংবাদে বিস্মিত এবং তিনি বলেছেন যে বিগত ৪০ বছরে মধ্যে তিনি এ রকম সংবাদ শোনেননি। | បន្ទាប់ពីខ្ញុំបានសរសេរអត្ថបទទាក់ទងនឹងការសាងសង់ផ្លូវដើម្បីឲ្យបំពង់បង្ហូរឧស្ម័នឆ្លងកាត់ក្នុងតំបន់ការពារបរិស្ថានដែលត្រូវបានគេអភិរក្សក្នុង ‘ថែង អ៊ី សាយ៉ាត (Tang-e- Sayad)' ការិយាល័យការពារបរិស្ថានក្នុង ឆាម៉ាហាល បាក់ទីយ៉ារី បានដាក់ពាក្យបណ្តឹងចំពោះខ្ញុំ ហើយខ្ញុំត្រូវតែទៅតុលាការនៅទីក្រុង សារេ ខឺត (Shahre Kurd)។ អត្ថបទរបស់ខ្ញុំទាក់ទងនឹងប្រធានបទនេះត្រូវបានបោះពុម្ពផ្សាយសារជាថ្មីនៅលើគេហទំព័រជាច្រើន។ |
12 | তিনি লিখেছেন [ফার্সী ভাষায়]: | អ្នកសរសេរប្លុកស្តីពីបរិស្ថានជនជាតិអ៊ីរ៉ង់ Houman Khakpou. |
13 | এটা অবিশ্বাস্য যে পরিবেশ সংরক্ষণ বিভাগের প্রধান যে কিনা দাবি করে, সে ১১ বছর ধরে প্রচার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেছে, সে একজন ব্লগার সম্বন্ধে অভিযোগ করেছ এবং ‘জনমতকে বিরক্ত করা' এবং ‘ভূয়া সংবাদ প্রকাশ করার দোষে' তাকে দোষী সাব্যস্ত করেছে। | |
14 | এটা বিস্ময়কর বিষয় যে সরকার তাদের প্রতি প্রচণ্ড সহনশীল যারা প্রকৃতি ধ্বংস করছে, এদিকে যারা প্রকৃতি প্রেমিক এবং পরিবেশ নিয়ে কাজ করছে, আর তাদের রক্ষা করার কাজ করছে, সরকার তাদের বিরুদ্ধে মামলা করছে। | នៅក្នុងអត្ថបទដ៏ចម្រូងចម្រាស់កាលពីមួយខែមុន ហ៊ូមែន ខាកផរ តវ៉ា [fa] ថាការិយាល័យការពារបរិស្ថានមិនបានបញ្ចេញនូវការទប់ទល់ចំពោះការសាងសង់បំពង់បង្ហូរឧស្ម័ន និងថ្នល់ប្រវែង ១០គីឡូម៉ែត្រឆ្លងកាត់តំបន់អភិរក្សធម្មជាតិនោះទេ។ ម៉ូហ្គន ចាមស៊ីឌី (Mojgan Jamshidi)អ្នកសារព័ត៌មានឈានមុខ និងជាអ្នកសរសេរប្លុកដែរនោះ មានការភ្ញាក់ផ្អើ់ល ហើយនាងនិយាយថាក្នុងរយៈពេល៤០ឆ្នាំ នៃការធ្វើការរបស់នាង នាងមិនដែលបានជួបប្រទះនឹងសកម្មភាពបែបនេះទេ។ នាង សរសេរថា [fa]: |
15 | এনিমেল পারশিয়ান বলছে যে [ফার্সী ভায়ায়], হৌমান তার ব্লগে এক গভীর দৃষ্টিভঙ্গী দিয়ে পরিবেশ বিষয়ক বিষয়গুলো বিশ্লেষন করেছে। পরিবেশ বিষয়ে সে ১৯ বছর ধরে অভিজ্ঞতা অর্জন করেছে। | វាមិនគួរឲ្យជឿដែលប្រធានការិយាល័យការពារបរិស្ថានដែលបានអះអាងថាមានបទពិសោធន៍ ១០ឆ្នាំជាមួយនឹងបណ្តាញសារព័ត៌មាន បានដាក់ពាក្យបណ្តឹងចំពោះអ្នកសរសេរប្លុក ហើយចោទប្រកាន់គាត់ពីបទ រំខានដល់គំនិតសាធារណៈ និងផ្សព្វផ្សាយព័ត៌មានមិនពិត។ វាពិតជាគួរឲ្យភ្ញាក់ផ្អើលណាស់ដែលអាជ្ញាធរព្រមសម្របតាមអ្នកដែលបំផ្លាញបរិស្ថាន តែបែរជាមកប្តឹងសកម្មជនស្រឡាញ់ធម្មជាតិ និងបរិស្ថានទៅវិញ។ |
16 | ব্লগার বলছে যে মনে হয় সরকার এখন কেবল পরিবেশবাদী ব্লগই নিষিদ্ধ করতে যাচ্ছে না, একই সাথে সরকার ব্লগারদেরও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। | អេនីម៉ល ភើសៀន (Animal Persian) និយាយថា [fa] ហ៊ូមែន វិភាគបញ្ហាបរិស្ថានជាមួយនឹងភ្នែកដែលពោរពេញទៅដោយភាពវែកញែកនៅលើប្លក់របស់គាត់។ គាត់មានបទពិសោធន៍ ១៩ឆ្នាំក្នុងជំនាញរបស់គាត់។ អ្នកសរសេរប្លក់និយាយថាបច្ចុប្បន្នអាជ្ញាធរមិនមែនគ្រប់គ្រងតែចំពោះប្លក់ទាក់ទងនឹងបរិស្ថាននោះទេ គឺពួកគាត់ផ្តោតលើអ្នកសរសេរប្លុកផ្ទាល់តែម្តង។ |