# | ben | khm |
---|
1 | বেইজিং বিমানবন্দরে বোমাহামলা কি সন্ত্রাসী হামলা, না নিপীড়নের প্রতিশোধ? | |
2 | গত ২০ জুলাই ২০১৩ তারিখে চীনের বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বোমা হামলা হয়। | |
3 | একজন হুইলচেয়ার যাত্রী ঘরে তৈরী বোমা নিয়ে এই হামলা করেন। | |
4 | পুলিশী নির্যাতনের প্রতিশোধ নিতেই এই হামলা করেন। | |
5 | হামলায় তিনি ছাড়া আর কেউ আহত হয়নি। | |
6 | স্থানীয় মিডিয়া লোকটার পরিচয় বের করেছে। | |
7 | তার নাম জি জংজিয়ান। | តើបុរសដែលដាក់គ្រាប់បែកនៅព្រលានយន្តហោះប៉េកាំងជាភេវករឬជាជនរងគ្រោះ? |
8 | তিনি জানিয়েছেন, পুলিশী নির্যাতনে তিনি পঙ্গু হয়েছেন। | បុរសជិះលើរទេះរុញ ដែលខឹងសម្បារចំពោះការប្រតិបត្តិរបស់មន្រ្តីប៉ូលីសមកលើរូបគាត់ បានដាក់គ្រាប់បែកដែលផលិតដោយដៃនៅក្នុងព្រលានយន្តហោះអន្តរជាតិប៉េកាំង កាលពីថ្ងៃទី២០ ខែកក្កដា ឆ្នាំ២០១៣ ដែលធ្វើឲ្យរូបលោកតែម្នាក់ប៉ុណ្ណោះដែលរងរបួស។ |
9 | ২০০৫ সালে দক্ষিণপূর্বাঞ্চলের শহর ডংগুয়ানে পুলিশ অফিসাররা মারাত্মকভাবে পিটিয়ে পঙ্গু করে দিয়েছিল। | |
10 | অনলাইন ভিত্তিক সংবাদ সাইট নান্দুর একজন সাংবাদিক জি-এর দুইজন আইনজীবীর সাক্ষাৎকার নিয়েছেন। | |
11 | তারা দু'জনই ২০০৬ সালে জি-কে আইনি সেবা দিয়েছিলেন। | សារព័ត៌មានក្នុងស្រុកបានកំណត់អត្តសញ្ញាណ បុរសម្នាក់ឈ្មោះថា ជី ឆុងស៊ីង ដែលអះអាងថាភាពពិការរបស់លោក បានមកពីការវាយដំយ៉ាងឃោរឃៅរបស់មន្រ្តីនគរបាលនៅក្នុងទីក្រុងដុងហ្គន់ នៅភាគអាគ្នេយ៍នៃប្រទេសចិនកាលពីឆ្នាំ២០០៥។ |
12 | তারা জানিয়েছেন, ডংগুয়ানের হাউডি শহরে সাত-আটজন পুলিশ অফিসার মিলে তাকে লোহার রড দিয়ে পিটিয়েছিল। জি-এর অপরাধ ছিল, সে অবৈধভাবে মোটরসাইকেল ট্যাক্সি চালিয়েছিল। | អ្នកយកព័ត៌មានមកពីគេហទំព័រព័ត៌មាន ណាន់ឌូ បានសម្ភាស [zh] មេធាវីពីររូបដែលការពារក្ដីឲ្យ ជី កាលពីឆ្នាំ២០០៦ និងរកឃើញថា ជីត្រូវបានវាយដំដោយមន្រ្តីប៉ូលីសចំនួន ៧ ទៅ ៨នាក់ ដោយប្រើដំបងដែក ក្នុងក្រុងហ៊ុដ រដ្ឋធានីដុងកាន់ ដោយសារតែលោកបានបើកបរម៉ូតូតាក់ស៊ីដោយខុសច្បាប់។ ឆ្អឹងខ្នងរបស់លោកត្រូវបានបំផ្លាញជាអចិន្រ្តៃយ៍ ដោយសារការវាយដំនេះ ប៉ុន្តែមន្រ្តីប៉ូលីសបានអះអាងថាលោករងរបួសដោយខ្លួនឯង ពេលដែលធ្លាក់ពីលើម៉ូតូ។ ទោះបីជាមានសាក្សីដែលផ្ដល់ចម្លើយប្រឆាំងនឹងមន្រ្តីប៉ូលីស ប៉ុន្តែ តុលាការក្នុងស្រុកបានកាត់ទោសជី ហើយផ្ដល់ប្រយោជន៍ឲ្យទៅមន្រ្តីប៉ូលីសក្នុងឆ្នាំ២០០៨។ |
13 | চিকিৎসার সময়ে তার মেরুদণ্ড স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়। | |
14 | যদিও পুলিশ বলেছে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তার এই হাল হয়েছে। | |
15 | তবে একজন প্রত্যক্ষদর্শী পুলিশের বিপক্ষে সাক্ষ্য দিয়েছেন। | |
16 | কিন্তু ২০০৮ সালে স্থানীয় আদালত জি-কে দোষী সাব্যস্ত করে পুলিশের পক্ষে রায় দেয়। | អ្នកប្រើ ស៊ីណា វ៉ៃបូ @chenshimanhua បង្ហោះរូបថតដែលបានបង្ហាញពីភាពអស់សង្ឃឹមរបស់ ជី ឆុងស៊ីង។ ជី ត្រូវបានបង្ខំឲ្យបោះថ្លៃតុលាការ ដែលធ្វើឲ្យលោកមានបំណុល។ គាត់ធ្វើដំណើរទៅប៉េកាំង និងដាក់ញត្តិនៅក្នុងគណៈកម្មការកណ្ដាលផ្នែកច្បាប់ និងនយោបាយ នៃគណបក្សកុំម្មុនីស្ដចិន ដើម្បីឲ្យមានការពិនិត្យសំណុំរឿងរបស់លោកសាឡើងវិញ។ |
17 | সিনা উইবো ব্যবহারকারী @chenshimanhua জি জংজিয়ানের একটি হতাশাপূর্ণ ছবি আপলোড করেন। | |
18 | জি'র কাছ কাছ থেকে জোর করে কোর্ট ফি আদায় করা হয়। | ក្នុងឆ្នាំ២០១០ ស្ថានីយប៉ូលីសក្រុងហ៊ុដ បានស្នើប្រាក់ ១០០,០០០ យន់ (១៥,០០០ ដុល្លារសហរដ្ឋអាមេរិក) ឲ្យទៅជី ដើម្បីដោះដូរជាមួយនឹងការធានាថាលោកនឹងបញ្ឈប់ការដាក់ញត្តិរបស់លោក។ ភេវករ ឬជនរងគ្រោះ? |
19 | যা তাকে দেনায় ফেলে দেয়। তিনি বেংজিং-এ যান এবং তার রায় পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় পুলিশ এবং চীনের কমিউনিস্ট পার্টির আইন কমিশনের কাছে পিটিশন করেন। | ខ្ញុំអានប្លុករបស់ លោកជី ចប់ហើយ និងបានដឹងថាលោកត្រូវបានគេវាយ និងក្លាយជាជនពិការដោយសារតែបើកបរម៉ូតូតាក់ស៊ីខុសច្បាប់។ ក្រុមគ្រួសាររបស់លោកជំពាក់បំណុល ហើយពួកគេមិនអាចទទួលបាននូវប្រាក់សំណងសមរម្យបន្ទាប់ពីការដាក់ញត្តិអស់ជាច្រើនឆ្នាំ។ ឪពុកម្ដាយរបស់លោកបានទទួលអនិច្ចកម្ម ហើយបេះដូងរបស់លោកក៏បានស្លាប់ទៅជាមួយពូកគេដែរ។ ខ្ញុំមិនយល់ស្របនឹងវិធីដែលលោក ជី ដោះស្រាយចំពោះសំណាងអាក្រក់របស់លោកនោះទេ។ ប៉ុន្តែ ប្រសិនបើយើងមិនចង់ឃើញ លោកជី ម្នាក់ទៀតក្នុងប្រទេសនេះ យើងត្រូវតែយកចិត្តទុកដាក់ចំពោះឬសគល់នៃបញ្ហា។ លោកជាមនុស្សធម្មតាម្នាក់កាលពីដើមទី តើអ្វីដែលធ្វើឲ្យគាត់ក្លាយទៅជាមនុស្សមិនធម្មតា? |
20 | ২০১০ সালে পিটিশন বন্ধ করার লিখিত মুচলেকা নিয়ে হাউডি'র শহর পুলিশ জি-কে ১০০,০০০ ইউয়ান (১৫০০০ মার্কিন ডলার) প্রদান করে। | |
21 | সন্ত্রাসী না নিপীড়নের শিকার? | |
22 | চীনের বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মন্তব্যে জি'র প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে। | |
23 | সবাই তাকে সামাজিক এবং রাজনৈতিক অবিচারের শিকার হিসেবে উল্লেখ করেছেন। ২০০৬ সালে জি তার অভিজ্ঞতা নিয়ে ব্লগ লেখা শুরু করেন। | គំនិតសាធារណៈក្នុងប្រទេសចិនមានការបត់បែនខ្លាំងណាស់។ អ្នកដឹកនាំគំនិតដែលមានឥទ្ធិពល មិនថ្កោលទោសចំពោះបុគ្គលដែលបង្កើតអំពើហិង្សាក្នុងសាធារណៈ។ បន្ថែមពីលើនោះ ពួកគេលើកសរសើរចំពោះជនល្មើស ហាក់ដូចជា គេនោះជាវីរៈបុរស ដោយសារតែគេមិនបានធ្វើឲ្យនរណាម្នាក់រងគ្រោះថ្នាក់។ បណ្ដាញផ្សព្វផ្សាយព័ត៌មានមិនបានយកចិត្តទុកដាក់ចំពោះសន្តិសុខសាធារណៈ ដោយសារតែពួកគេកំពុងតែប្រមូលភស្តុតាងនានាដើម្បីឲ្យជនល្មើសក្លាយទៅជាជនរងគ្រោះ។ តើមានអ្វីកើតឡើងចំពោះសង្គមរបស់យើង? |
24 | ফেং চিংয়াং জি'র ব্লগ রিভিউ করে সমাপ্তি টেনে বলেন: | |
25 | আমি জি'র ব্লগ পড়া শেষ করলাম। | … ហេតុអ្វីក៏ពួកគេមានប្រតិកម្មផ្ទុយពីនេះ ក្នុងពេលការវាយប្រហារដោយគ្រាប់បែកក្នុងទីក្រុងបូស្តុន? |
26 | অবৈধ মোটরসাইকেল ট্যাক্সি চালানোর জন্য তিনি পুলিশের হাতে মার খেয়ে পঙ্গু হয়েছিলেন। | |
27 | তার পরিবার ঋণগ্রস্ত হয়। পিটিশন করেও তার পরিবার তেমন একটা ক্ষতিপূরণ পায়নি। | មុនពេល ជី ឆុងស៊ីង បន្ទុះគ្រាប់បែក គាត់ចំណាយពេល ១០នាទី ដើម្បីឲ្យប្រាកដក្នុងចិត្តថាមិនមាននរណាម្នាក់នៅជិតលោក ដូច្នេះហើយទើបលោករងរបួសតែម្នាក់ឯង។ លោកគឺជាមនុស្សធម្មតាម្នាក់។ តើមាននរណានៅក្នុងប្រទេសនេះហ៊ានឈានជើងចេញមកហើយនិយាយថា ៖ អ្វីដែលខ្ញុំធ្វើគឺត្រឹមត្រូវជាងលោក? |
28 | তার বাবা-মা মারা গেছে। | រូបភាពត្លុកនយោបាយរបស់ @Badiucao ។ ជី ៖ នៅពេលដែលយុត្តិធម៌ត្រូវបានដកហូត ខ្ញុំស្វែងរកវាដោយខ្លួនឯង។ |
29 | তাদের সাথে তার আত্মাও মারা গেছে। | |
30 | আমি জি'র দুর্ভাগ্য মেনে নিতে পারছি না। | |
31 | আমরা যদি দেশে আরেকজন জি-কে দেখতে না চাই, তাহলে আমাদের এ ঘটনার গোড়ার দিকে নজর দিতে হবে। | |
32 | তিনি শুরুতে খুব সাধারণ মানুষ ছিলেন। | |
33 | তাহলে কে তাকে এমন বানালো? | អ្នកសរសេរអត្ថបទប្រលោមលោកសម្រាប់ស្ថានីយទូរទស្សន៍ @xiangrenli បានបន្ទរថែម [zh] ថា ៖ |
34 | যদিও কিছু লোক নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে চান। এদের মধ্যে আছেন সংবাদমাধ্যম কর্মী ইয়েন জেহি (@凝哲同学)। | ជី ឆុងស៊ីង បានផ្ដល់ឱកាសឲ្យប្រព័ន្ធច្បាប់របស់យើង ប៉ុន្តែ តុលាការរបស់យើងមិនបានផ្ដល់ឱកាសឲ្យលោកនោះទេ។ ប្រជាពលរដ្ឋចិនភាគច្រើនចូលចិត្តធ្វើជាទស្សនិកជន ហើយមើលអ្នកកាត់ទោសសម្លាប់អ្នកបដិវត្តន៍។ មានអ្នកខ្លះថែមទាំងទិញនំប្រឡាក់ឈាមទៀតផង [សញ្ញានៅក្នុងរឿងប្រលោមលោករបស់ លូ ស៊ុន ថ្នាំ ដែលមនុស្សនាំគ្នាជឿជាក់ថានំនេះអាចព្យាបាលជំងឺថ្លើម]។ មិនមាននរណាឆ្លុះបញ្ចាំងមើលបញ្ហា ហើយករណី ជី ឆុងស៊ីង មិនមែនជាមនុស្សចុងក្រោយដែល [ដាក់គ្រាប់បែកសម្លាប់ខ្លួននោះទេ]។ |
35 | তিনি লিখেছেন: | @yourwisdom បានបញ្ចេញ [zh] ទស្សនៈប្រហាក់ប្រហែលគ្នាថា ៖ |
36 | চীনের জনগণের মতামত যথেষ্ট টুইস্টেড। | |
37 | জনগণের উপরে যারা হিংস্র আক্রমণ করেছে, প্রভাবশালী নেতারা তাদের কখনোই নিন্দা জানাননি। | |
38 | যদিও তারা থাংয়ের প্রশংসা করেছেন। কারণ সে ছিল নায়ক। | [ជី] បានចំណាយជីវិតរបស់លោក ដើម្បីជាថ្នូរនឹងការព្រួយបារម្ភរបស់សាធារណៈ។ ប្រព័ន្ធនយោបាយបានបង្កើតភាពអាក្រក់ម្ដងហើយម្ដងទៀត និងភាពអាក្រក់នោះកាន់តែរីករាលដាល។ តើការគ្រប់គ្រងស្ថិរភាពឲ្យមានប្រសិទ្ធភាពនឹងអាចនៅបានដល់ពេលណា |
39 | কাউকেই সে আঘাত করেনি। | |
40 | এদিকে মিডিয়াও জননিরাপত্তার দিকে মনোযোগ দেয়নি। | |
41 | তারা সবাই থাংয়ের ভিকটিম হওয়ার তথ্য সংগ্রহে ব্যস্ত ছিল। | |
42 | আমাদের সমাজে আর কি-ই বা ঘটবে? | |
43 | … বস্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় তারা কত না ভাবেই প্রতিক্রিয়া দেখিয়েছিল? | |
44 | তবে অনলাইনে জননিরাপত্তার বিষয়টি অতটা গুরুত্ব পায়নি। | |
45 | কারণ জি এয়ারপোর্টে বোমা ফাটানোর আগেই সংকেত দিয়ে সবাইকে দূরে থাকতে বলেছিল। | |
46 | বেংজিং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাও জিয়াও (@赵晓) জি-এর পক্ষ নিয়ে বলেছেন: | |
47 | বোমা ফাটানোর ১০ মিনিট আগে থেকেই জি জংজিয়ান সবাইকে তার কাছে আসতে মানা করেছেন। | |
48 | এজন্যই বোমা বিস্ফোরণে একমাত্র সেই আহত হয়েছে। | |
49 | সে একজন সরলমনা লোক। | ប្រជាពលរដ្ឋដែលប្រឈមមុខនឹងភាពអយុត្តិធម៌គឺជាគ្រាប់បែកពេលវេលា! |
50 | কার সাহস আছে দেশের এই অবস্থা থেকে বের হয়ে আসা এবং বলা: আমি তার চেয়ে বেশি ঠিক? | |
51 | @Badiucao's এর রাজনৈতিক কার্টুন। | |
52 | জি: যখন বিচারের বাণী নিভৃতে কাঁদে, তখন আমি নিজের মতো করেই পথ খুঁজি। | |
53 | টিভি নাটকের স্ক্রিপ্টরাইটার @xiangrenli এর কথায়ও একই প্রতিধ্বনি: | |
54 | জি জংজিয়ান আমাদের আইনি ব্যবস্থাকে একটি সুযোগ দিয়েছিল। | |
55 | কিন্তু আমাদের আদালত তাকে সেই সুযোগ দেয়নি। | |
56 | বেশিরভাগ চীনাই জল্লাদের হাতে বিপ্লবীর মৃত্যু দেখতে চায়, উপভোগ করতে চায়। | |
57 | … কেউই সমস্যার গভীরে যায় না। | |
58 | জি জংজিয়ান দিয়েই কিন্তু এ ঘটনা শেষ হবে না [আত্মঘাতী বোমাহামলা] | |
59 | @yourwisdom একই ধরনের অভিমত শেয়ার করেছেন: | |
60 | বিষয়টি নিয়ে জনগণকে ভাবাতে জি তার জীবনটাই ব্যবহার করলেন। | |
61 | আমাদের রাজনৈতিক ব্যবস্থা শয়তানিপণাকে বাড়িয়ে তোলে এবং এর লালনপালন করে। | |
62 | আমরা কবে কার্যকরভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারবো? | ដើម្បីការពារកុំឲ្យគ្រាប់បែកផ្ទុះ ការឈឺចាប់គួរតែត្រូវបានផ្សព្វផ្សាយ និងដោះស្រាយ។ ការគ្រប់គ្រងផ្នែកនយោបាយ ស្ដីពីស្ថិរភាពសង្គមគឺជាផ្លូវទាល់។ |
63 | “সাউথ অব দ্য সি” (@海之南) বিশ্বাস করেন এখানে আরো বোমা বের হয়ে আসবে: | |
64 | যেসব জনতা অবিচারের শিকার হয়েছেন, তারা সবাই টাইম বোমা! | |
65 | এই বোমা নিষ্ক্রিয় করতে হবে। | |
66 | সবার ক্ষোভ খুঁজে বের করে নর্দমায় ফেলে দিতে হবে। | |
67 | রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে সামাজিক সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হবে। | |
68 | দমনের মাধ্যমে সমস্যার সমাধানের ব্যবস্থা এখন মৃত। | |