# | ben | khm |
---|
1 | ক্যাম্বোডিয়া: মোবাইল ফোনের বিতর্কিত বিজ্ঞাপন | កម្ពុជា៖ ភាពចម្រូងចម្រាស់ពីការផ្សាយឃោសនាក្រុមហ៊ុនទូរស័ព្ទ |
2 | বিখ্যাত একটি ক্যাম্বোডিয়ার মোবাইল ফোনের সেবাদানকারী প্রতিষ্ঠানের সাম্প্রতিক একটি বিজ্ঞাপনে তরুণদের মধ্যে খারাপ আচরণকে উস্কিয়ে দেয়ার জন্য অনেক নেটিজেন সমালোচনা করেছেন। | |
3 | সেলকার্ডের এই বিজ্ঞাপনে দেখান হয় একদল তরুণ তাদের বন্ধুর নিতম্বের ছবি তুলে ইন্টারনেটের মাধ্যমে বিতরণ করছে। | |
4 | এই বিজ্ঞাপনের মাধ্যমে কোম্পানি চাচ্ছে তাদের দ্রুতগতির ইন্টারনেট সেবার প্রচার করতে। কিন্তু মনে হচ্ছে কোম্পানিটি তাদের সামাজিক দায়িত্বের কথা ভুলে গেছে তরুণদের উস্কিয়ে দিয়ে এবং তাদের বন্ধুদের ব্যক্তিগত জিনিষের প্রতি সম্মান প্রদর্শন না করে। | ពានិជ្ជកម្មឃោសនាថ្មីៗរបស់ក្រុមហ៊ុនទូរស័ព្ទភាគច្រើនត្រូវបានគេរិះគន់ពីបណ្តាអ្នកលេងអ៊ីនធើណេត ដោយសារតែការផ្សព្វផ្សាយអាកប្បកិរិយាមិនសមរម្យក្នុងចំណោមពួកយុវវ័យ។ ពានិជ្ជកម្មរបស់ក្រុមហ៊ុនCellCard បញ្ចាំងពីយុវវ័យមួយក្រុមថតរូបកំបេះគូថរបស់មិត្តម្នាក់ទៀត រួចក៏បញ្ចូនបន្តទៅមិត្តភក្តិដទៃទៀតតាមរយៈអ៊ីនធើណេត។ តាមរយៈការផ្សាយពានិជ្ជកម្មនេះ ក្រុមហ៊ុនចង់ផ្សព្វផ្សាយពីល្បឿនដ៏លឿនរបស់សេវាអ៊ីនធើណេតរបស់ខ្លួន។ ប៉ុន្តែក្រុមហ៊ុនក៏ហាក់ដូចជាមិនចាប់អារម្មណ៍ចំពោះការទទួលខុសត្រូវសង្គមរបស់ក្រុមហ៊ុនរបស់ខ្លួនដូចគ្នាដែរ ដោយជំរុញឲ្យយុវវ័យបំពានសិទ្ធឯកជនរបស់មិត្តភក្តិខ្លួន។ |
5 | ব্লগার আর ক্যাম্বোডিয়ার নারী মিডিয়া সেন্টারের যোগাযোগ বিশেষজ্ঞ পিসেথ মাও তার চিন্তার কথা জানিয়েছেন আর দৃঢ় প্রতিবাদ জানিয়েছেন এই বিজ্ঞাপনের প্রতি আর একে নিষিদ্ধ করার অনুরোধ করেছেন। | |
6 | তিনি কোম্পানিকে উৎসাহ দিয়েছেন বরং জনগণের জন্য ভালো একটা বার্তা দেয়ার বিশেষ করে তরুণদের যদি তারা তাদের পণ্যকে তুলে ধরতে চান। তার ব্লগে পিসেথ তার প্রকাশের স্বাধীনতার অধিকারকে প্রয়োগ করেছেন এই বিজ্ঞাপনকে সরিয়ে নিতে জোর দেয়ার জন্য: | ម៉ៅ ពិសិដ្ឋ, អ្នកសរសេរប្លក់ (blogger) និងជា អ្នកជំនាញផ្នែកទំនាក់ទំនង (communication specialist) របស់ មជ្ឈមណ្ឌលពត៌មានស្រ្តីកម្ពុជា, បញ្ចេញពីការព្រួយបារម្ភរបស់ខ្លួន និង បញ្ជាក់ពីការប្រឆាំងជាខ្លាំងចំពោះការផ្សាយពានិជ្ជកម្មមួយនេះដោយសុំឲ្យមិនឲ្យផ្សព្វផ្សាយតទៅទៀត។ គេជំរុញឲ្យក្រុមហ៊ុនបង្ហាញសារដែលល្អជាងនេះដល់សាធារណៈ ជាពិសេសយុវវ័យប្រសិនបើចង់ផ្សព្វផ្សាយពីផលិតផលរបស់ខ្លួននោះ។ ក្នុងប្លក់របស់គេ ពិសិដ្ឋបានអះអាងពី សិទ្ធិក្នុងការបញ្ចេញមតិរបស់គេ ដើម្បីជំរុញឲ្យបញ្ឈប់ការផ្សាយមួយនេះ ៖ |
7 | আমাকে আমার প্রকাশের স্বাধীনতা ব্যবহার করতে দেন: আমি আসলেই সাম্প্রতিক মোবিটেল (সেলকার্ড) এর বিজ্ঞাপনকে সকল টিভি চ্যানেল থেকে নিষিদ্ধ করতে চাই। | |
8 | এর মূল্য কি? তরুণদের উৎসাহিত করা একটা মেয়ের নিতম্বের ছবি তুলে বন্ধুদের সাথে দ্রুত ইন্টারনেটে বিতরন করা? | ខ្ញុំសុំប្រើប្រាស់សិទ្ធក្នុងការបញ្ចេញមតិរបស់ខ្ញុំ: ខ្ញុំពិតជាចង់ឃើញការផ្សាយពានិជ្ជកម្មថ្មីបំផុតរបស់ក្រុមហ៊ុន Mobitel (Cellcard) ត្រូវបានគេហាមមិនឲ្យផ្សាយលើគ្រប់បណ្តាញទូរទស្សន៍ទាំងអស់។ តើតម្លៃរបស់ការផ្សាយពានិជ្ជកម្មនេះនៅត្រង់ណាទៅ? |
9 | এই বিজ্ঞাপনের প্রযোজক কোনভাবে অস্বাভাবিক হবেন। | ជំរុញឲ្យយុវជនថតរូបកំបេះគូថរបស់ស្រីៗ ហើយចែកចាយជាមួយមិត្តភក្តិដោយសារតែល្បឿនលឿនរបស់អ៊ីនធើណេត? |
10 | তিনি বিজ্ঞাপনের প্রযোজককে পরামর্শ দিয়েছেন: | អ្នកផលិតឃោសនាមួយនេះច្បាស់ជាមិនសូវធម្មតានោះទេ។ គាត់និយាយបន្តទៀតដោយផ្តល់យោបល់ដល់អ្នកផលិតការផ្សាយពានិជ្ជកម្មថា ៖ |
11 | আপনার ভালো ইন্টারনেট সংযোগকে যদি আপনি তুলে ধরতে চান, তাহলে এমন কিছু কেন ভাবেন না যেমন ”একজন বন্ধু স্কুলে শিক্ষক যা পড়াচ্ছে তার ছবি তুলছে আর অন্য জেলায় কাজে থাকা আর এক বন্ধুকে তা পাঠাচ্ছে।“ | |
12 | তিনি এই কোম্পানির আগের বাণিজ্যিক বিজ্ঞাপনের প্রশংসা করেছেন - যেমন অ্যাংকোর ওয়াট নিয়ে প্রচার। | ប្រសិនបើអ្នកចង់បង្ហាញពីល្បឿនលឿនរបស់អ៊ីនធើណេត ហេតុអ្វីអ្នកមិនគិតពីអ្វីផ្សេងទៀតដួចជា “មិត្តភក្តិម្នាក់នៅឯសាលាថតរូបមេរៀនដែលគ្រូរបស់គេសរសេរនៅលើក្តារខៀន ហើយបញ្ចូនទៅឲ្យមិត្តភក្តិដែលកំពុងតែជាប់រវល់នៅតាមខេត្តទៅវិញទៅ” |
13 | পিসেথ বিশ্বাস করেন যে তার পরামর্শ নিয়ে এই কোম্পানি ভালো একটা সমাজ গঠনে উৎসাহ দেবে যেখানে বন্ধুরা একে অপরের সাহায্য করবে আর মানুষকে সুযোগ দেবে ইন্টারনেট সংযোগের মাধ্যমে সংযুক্ত আর যোগাযোগের ভেতরে থাকার। | |
14 | উল্লেখ্য, অতীতে মোটরসাইকেল কোম্পানির এরকম একটি বিজ্ঞাপন বিতর্কিত হয়েছিল নারীদের অসম্মান করার জন্যে। | |
15 | অন্য দিকে, সরকার সম্প্রতি একটা টিভি সিরিজ নিষিদ্ধ করেছে, ‘অদ্ভুত প্রেমিক' নামে যেখানে একজন সুন্দরী নারীকে দেখানো হয়েছে যাকে নিলাম করা হবে বিয়ের জন্য এক মিলিয়ন ডলার দাম দিয়ে শুরু করে। | |
16 | যারা ক্যাম্বোডিয়ার নারীদের মর্যাদা খারাপভাবে দেখতে চান তাদের জন্য এটা সাদরে গৃহিত হতে পারে। | |
17 | তবে, তারাও আছেন যারা এটাকে চলচিত্র প্রযোজকদের প্রকাশের স্বাধীনতায় লাগাম দেয়া মনে করছেন। | |
18 | তারা এটাকে অতীতে সরকার কর্তৃক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ করার সাথে তুলনা করেছেন। | |
19 | উদাহরণস্বরূপ, একজন বৌদ্ধ সন্নাসীকে নিয়ে একটি পপ গান যেখানে সে একটা মেয়ে ছুঁচ্ছে আর চুমা দিচ্ছে আর ‘যেখানে হাতিরা কাঁদে' নামে একটি রক অপেরা, যেখানে সন্নাসীদের খারাপ আচরন করতে দেখা যায়, এগুলো নিষিদ্ধ করা হয়েছিল। | ជាមួយនឹងមតិរបស់គេ ពិសិដ្ជឿថាក្រុមហ៊ុនមួយនេះ ដែលគាត់ធ្លាប់សរសើរពីឃោសនាមុនៗដែលផ្សាយលើកដម្កើងពីអង្គរវត្ត នឹងជួយជំរុញពីសង្គមមួយដ៏ល្អ ដែលមិត្តភក្តិយកចិត្តទុកដាក់ចំពោះគ្នាទៅវិញទៅមក និងធ្វើឲ្យមនុស្សគ្រប់គ្នារក្សាទំនាក់ទំនង និងប្រាប់ពីស្ថានភាពថ្មីៗរបស់ខ្លួនតាមរយៈអ៊ីនធើណេត។ សូមបញ្ជាក់ផងដែរថា, ក៏ធ្លាប់មានអត្ថបទ បង្ហាញពីការព្រួយបារម្ភពីមុន ទាក់ទងនឹងការឃោសនារបស់ក្រុមហ៊ុនម៉ូតូដែលមិនឲ្យតម្លៃដល់ស្រ្តីភេទ។ |
20 | সরকার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সঠিক বলেছিলেন সামাজিক ঐতিহ্য আর বৌদ্ধ সন্নাসীদের ভাবমূর্তির কথা বলে। কিছু ক্ষেত্রে অনুষ্ঠান নিষিদ্ধ করা গ্রহন করা যায়, এই কাজ প্রকাশের স্বাধীনতার নীতির সাথে এক হওয়া দরকার আর সরকারের উচিত বিষয়বস্তুর প্রতি বিচার এক রাখা আর সেই বিষয়বস্তুর মূল লক্ষ্য বিবেচনা করা, এটাকে কেবলমাত্র ভালো সামাজিক ঐতিহ্য আর জাতীয় নিরাপত্তার সাথে তুলনা না করে। | ផ្ទុយទៅវិញ, ថ្មីៗនេះរដ្ឋាភិបាលទើបតែហាមឃាត់ខ្សែភាពយន្តភាគតាមទូរទស្សន៍, ចំណងជើង “សង្សារចំលែក”, ដែលបង្ហាញពីស្រីស្អាតដែលនឹងត្រូវគេដេញថ្លៃដើម្បីយកទៅរៀបការដោយចាប់ផ្តើមពីតម្លៃមួយលានដុល្លារ។ នេះប្រហែលជាធ្វើឲ្យទស្សនិកជនដែលឃើញថាភាពយន្តនេះមិនសមរម្យសប្បាយចិត្ត ព្រោះថាភាពយន្តនេះប៉ះពាល់ដល់កិត្តិយសរបស់ស្រ្តីខ្មែរ។ ទោះជាយ៉ាងណា ក៏មានគំនិតមួយទៀតដែលយល់ឃើញថានេះគឺជាការកំណត់ព្រំដែននៃសិទ្ធិបញ្ចេញមតិរបស់អ្នកផលិតភាពយន្តុ។ ពួកគេភ្ជាប់ជាមួយនឹងការបញ្ជាឲ្យហាមឃាត់ផលិតកម្មរបស់ការសម្តែងវប្បធម៌មួយ។ ឧទាហរណ៍, ចំរៀងដែលលោកសង្ឃប៉ះពាល់ និងថើបមនុស្សស្រី និងល្ខោនអូប៉េរ៉ា “ទីដំរីយំ,” ដែលមានឈុតទាក់ទងនឹងអាកប្បកិរិយាមិនសមរម្យរបស់លោកសង្ឃដែលត្រូវគេហាមឃាត់ផងដែរ។ រដ្ឋាភិបាលលើកយកហេតុផលដើម្បីហាមឃាត់ដោយលើកយកពីតម្រូវការពីការគោរពប្រពៃណី និងរូបភាពរបស់លោកសង្ឍ។ |
21 | এই বিষয়টি অনেক সমালোচকের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছে যাদের গ্রেপ্তার করা হয়েছে বা তিরস্কার, ভুল তথ্য দেয়া বা সরকারী নীতির ব্যাপারে উত্তেজিত করা হয়েছে এবং তাদের বিদ্রোহ মূলক মতামতের কারনে অভিযুক্ত করা হয়েছে। | ពេលដែលការហាមឃាត់នេះត្រូវបានគេទទួលស្គាល់ក្នុងករណីមួយចំនួន ការហាមឃាត់ទាំងនេះក៏ត្រូវតែសមស្របនឹងគោលការណ៍របស់សិទ្ទិនៃការបញ្ចេញមតិ ហើយរដ្ឋាភិបាលគួរតែមើលលើចំណុចសមស្របរបស់អត្ថន័យ និងគោលបំណងរបស់អត្ថន័យ ជាជាងការកំណត់ដោយមើលតែលើ ប្រពៃណីបុរាណ និងសុវត្ថិភាពប្រទេសជាតិតែម្យ៉ាង ដែលវាក៏រួមបញ្ចូលទាំងការរិះគន់ អ្នកដែលបានចាប់ឃាត់ខ្លួន ឬក៏ជាប់ចោទពីបទបរិហាកេរ្តិ៍ ផ្តល់ពត៌មានមិនពិត និងញុះញង់ តាមរយៈការបង្ហាញនូវមតិរបស់គេលើគោលនយោបាយរបស់រដ្ឋាភិបាល។ |