# | ben | khm |
---|
1 | ক্যাম্বোডিয়া: ফেসবুক নিয়ে গান | កម្ពុជា: ចម្រៀងទាក់ទងនឹង ហ្វេសប៊ុក (Facebook) |
2 | সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক বিভিন্ন প্রতিবাদ কর্মসূচীকে সাহায্য করে তা তিউনিসিয়া আর মিসরের বিপ্লবের সময় জোড়ালো হয়ে দেখা দেয়। | |
3 | এই জন্যে বেশ কিছু দেশের সরকার, যেমন চীন, তাদের নাগরিকদের ফেসবুক ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বেশ চিন্তিত। কিন্তু ক্যাম্বোডিয়াতে ফেসবুককে এখনও হুমকি হিসেবে দেখে না সরকার। | តួនាទីរបស់បណ្តាញទំនាក់ទំនង (social networking) វេបសាយ Facebook ក្នុងការ ជួយសម្រួល ដល់សកម្មភាពបាតុកម្មបះបោរនៅប្រទេសទុយណេស៊ី និងប្រទេសអេហ្ស៊ីប រដ្ឋាភិបាលក្នុងប្រទេសជាច្រើនរួមទាំង ប្រទេសចិន មានការប្រុងប្រយ័ត្នខ្លាចមានសកម្មភាពនយោបាយរបស់ពលរដ្ឋខ្លួននៅលើ Facebook។ ប៉ុន្តែនៅក្នុងប្រទេសកម្ពូជា Facebook នៅមិនទាន់ត្រូវបានគេចាត់ទុកថាជាការគម្រាមចំពោះរដ្ឋាភិបាលនៅឡើយទេ។ |
4 | প্রধানমন্ত্রী হুন সেনের নেতৃত্বে রাজনীতিবিদরা (যারা ১৯৮৫ সাল থেকে ক্ষমতায় আছে) তাদের নিজস্ব ফেসবুক পাতা খুলেছেন যেখানে তারা ক্যাম্বোডিয়ার নাগরিক আর নেটিজেনদের সাথে কথোপকথন চালান। | |
5 | তবে দেশে একটি নতুন এবং কৌতুহলোদ্দীপক ফেসবুক ফ্যাশন শুরু হয়েছে: ক্যাম্বোডিয়ানরা ফেসবুক নিয়ে গান লিখছে। | ក្រុមអ្នកនយោបាយដែលត្រូវបានដឹកនាំដោយនាយករដ្ឋមន្រ្តី ហ៊ុន សែន (ដែលបានកាន់អំណាចតាំងពីឆ្នាំ 1985)បានបង្កើតទំព័រ Facebook របស់ខ្លួនជាកន្លែងដែលពួកគេធ្វើទំនាក់ទំនងជាមួយនឹងប្រជាពលរដ្ឋកម្ពុជា និងអ្នកលេងអ៊ីនធឺណេតទាំងឡាយ។ |
6 | উদাহরণস্বরূপ, ‘ফেসবুক ভালবাসা থামায়‘, যা লোটাসরিসোর্টএন্ডস্পা গত মার্চের ১১ তারিখে ইউটিউবে তুলে দিয়েছে: | |
7 | পপ সঙ্গীত ইন্ডাস্ট্রি ফেসবুক নিয়ে অনেক গান তৈরি করেছে। | |
8 | যদিও তারা ঘোষণা করেছে যে তাদের এইসব গান পছন্দ নয়, ক্যাম্বোডিয়ার খেমার ম্যাগাজিন অভিভূত যে অনেক ক্যাম্বোডিয়ানই এইসব ‘ফেসবুকের গান' উপভোগ করছে। | ក៏ប៉ុន្តែទោះជាយ៉ាងណាក៏ដោយ គឺមានទំនោរនិយមថ្មី និងគួរឲ្យចាប់អារម្មណ៍ទាក់ទងនឹង Facebook នៅក្នុងប្រទេសគឺ ជនជាតិកម្ពុជាបានបង្កើតបទចម្រៀងពី Facebook។ ឧទាហរណ៍ ‘Facebook ផ្តាច់ស្នេហ៍‘, uploaded to YouTube by user lotusresortandspa កាលពីថ្ងៃទី 11 ខែមីនា ឆ្នាំ 2011: ឧស្សាហកម្មចម្រៀងសម័យបានផលិតចម្រៀងមួយចំនួនទាក់ទងនឹង Facebook. |
9 | নীচে ইউটিউবে (সব খেমার ভাষায়) আপলোড করা ফেসবুক নিয়ে গানগুলোর কিছু শিরোনাম রয়েছে: | ទស្សនាវដ្តីខ្មែរកម្ពុជា ទោះបីជាអះអាងថាមិនមែនជាអ្នកគាំទ្រ តែក៏មានការស្ងើចសរសើរថាមានជនជាតិកម្ពូជាជាច្រើនបាននាំគ្នាច្រៀងសប្បាយពី ‘ចម្រៀងFacebook' ទាំងនេះ។ |
10 | খেমারবার্ড খুবই আশ্চার্যান্বিত যে এইসব গান হচ্ছে তবে একই সাথে এও স্বীকার করছে যে ফেসবুক অনেক ভালবাসার সম্পর্ক ভেঙ্গে যাবার কারণ। | |
11 | তার ‘ফেসবুকের প্রভাবের কথা ক্যাম্বোডিয়ার গানে লেখা হচ্ছে‘ শিরোনামের লেখায় তিনি বলছেন: | |
12 | এটি মনে হয়ে বেশ আশ্চর্যেরই ব্যাপার যখন আমাকে এসব শুনতে হয়। | |
13 | কিন্তু কথাগুলোর মধ্যে সত্যি আছে কিন্তু। | ខាងក្រោមនេះគឺជាចម្រៀងដែលត្រូវបាន uploaded លើ YouTube (ជាភាសាខ្មែរទាំងអស់): |
14 | খেমারবার্ড খেমারাক সেরেইমন এর একটি গানকে তুলে ধরছে যার শিরোনাম ‘ফেসবুক আমার ভালবাসাকে ব্যহত করে‘ এবং এর কথাগুলোকে ব্যাখ্যা করছে: | |
15 | খেমারাক গানে বলছে যে ফেসবুকে সময় দেবার জন্যে তার বান্ধবী তাকে আর আগের মত দেখভাল করে না। তার মনে হচ্ছে যে তাকে একা ফেলে গেছে সে। | Khmerbirdភ្ញាក់ផ្អើលចំពោះការកើនឡើងរបស់ចម្រៀងប្រភេទនេះ ក៏ប៉ុន្តែក៏មានការយល់ស្របជាមួយនឹងចម្រៀងដែលបន្ទោសថា Facebook ជាមូលហេតុនៃការបែកបាក់របស់គូស្នេហ៍។ ក្នុងអត្ថបទរបស់គេ ‘ឥទ្ធិពលនៃ Facebook ត្រូវបានសរសេរក្នុងបទចម្រៀងខ្មែរ‘ គេសរសេរថា: |
16 | তার বান্ধবী এখন সময় ব্যায় করে অন্যদের সাথে যোগাযোগ করে। | ខ្ញុំមានការភ្ញាក់ផ្អើលបន្តិចពេលដែលបានលឺចម្រៀងទាំងនេះ ប៉ុន្តែមើលទៅវាគឺជាការពិត។ |
17 | এটি অবশ্যই সম্পর্কের মধ্যে একটি টানাপোড়েন তৈরি করে। | Khmerbird លើកយកបទចម្រៀងដែលច្រៀងដោយ ខេមរៈ សេរីមន្ត មានចំណងជើងថា ‘Facebook រំខានស្នេហ៍' រួចអធិប្បាយពីអត្ថន័យនោះថា: |
18 | সোশ্যালবেকার্স. কম এর মতে ক্যাম্বোডিয়াতে এখন পর্যন্ত মাত্র ২৫০,০০০ ফেসবুক ব্যবহারকারী রয়েছে যা দেশের জনসংখ্যার মাত্র ১. | គេបានច្រៀងថាចាប់តាំងពីមាន Facebook សង្សាររបស់គេក៏មិនសូវជាយកចិត្តទុកដាក់លើគេដូចជាកាលពីមុន។ គាត់មានអារម្មណ៍ថាត្រូវបានបោះបង់។ សង្សាររបស់គេចំណាយពេលវេលាដើម្បីទាក់ទងជាមួយនឹងមនុស្សផ្សេងទៀតតាមរយៈ Facebook។ ចំណុចនេះវាប្រាកដណាស់ថានឹងអាចបណ្តាលឲ្យមានការប៉ះពាល់យ៉ាងធ្ងន់ធ្ងរចំពោះទំនាក់ទំនងគូស្នហ៍។ |
19 | ৭৩%। তবে রাজনীতিবিদরা যে হারে ফেসবুক এবং একে নিয়ে বাধা গানগুলোর শিল্পীদের তুলে ধরছে এটি এই মাধ্যমকে ক্যাম্বোডিয়ার আরও বেশী জনগণের কাছে জনপ্রিয় করে তুলবে। | នៅក្នុងប្រទេសកម្ពុជា មានអ្នកលេង Facebook ត្រឹមតែ 250,000 នាក់ គឺនៅក្នុងអត្រា 1.73% នៃប្រជាជនទូទាំងប្រទេស យោងតាម socialbakers.com។ ប៉ុន្តែជាមួយនឹងការគាំទ្រ Facebook របស់អ្នកនយោបាយ រួមជាមួយនឹងការដែលអ្នកសិល្បៈបង្កើតបទចម្រៀងដែលទាក់ទងនឹងបណ្តាញទំនាក់ទំនង Facebook ច្បាស់ជាទាក់ទាញអ្នកចូលលេងបានជាច្រើនទៀតក្នុងប្រទេសកម្ពុជា។ |