# | ben | khm |
---|
1 | কম্বোডিয়ায় ব্লগস্পট ব্লগগুলো বন্ধ করে দেওয়া হয়েছে | គេហទំព័រ blogspot ត្រូវបានបិទនៅប្រទេសកម្ពុជា |
2 | কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশবলে আজ (২০শে জানুয়ারি) কম্বোডিয়ার সকল ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ব্লগস্পট সাইটগুলোকে বন্ধ করার নির্দেশ দিয়েছে। | |
3 | সেলকার্ড, মেটফোন ও ইজিকম আইএসপিগুলো এই খবরটি নিশ্চিত করেছে। | |
4 | ডিসেম্বর মাসে কেআই মিডিয়া সরকারের প্রধান কর্মকর্তাদের ‘বিশ্বাসঘাতক' বলে অভিহিত করার পর থেকে সরকারের প্রতিক্রিয়ার অংশ হিসাবে এ বিপর্যয় ঘটে। | នៅថ្ងៃនេះ គេហទំព័រ ប្លុកស្ពត ក្នុងប្រទេសកម្ពុជាត្រូវបានបិទតាមការបញ្ជាពីក្រសួងមហាផ្ទៃទៅកាន់អ្នកផ្តល់សេវាអ៊ីនធឺណេតទាំងអស់។ ពត៌មានស្តីពីការបិទនេះបានទទួលស្គាល់ពីអ្នកផ្តល់សេវាអ៊ីនធើណែតដូចជា Cellcard, Metfone, និង EZECOM ជាដើម។ |
5 | কেআই মিডিয়া হল সরকারের সমালোচনাকারী একটি জনপ্রিয় মিডিয়া ব্লগ। | |
6 | এই ঘটনার জের হিসেবে বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মচারী সেং কান্নাকা কেআই মিডিয়ায় প্রকাশিত বিতর্কিত ছবির কপি বিতরণকালে গ্রেফতার হন। | |
7 | এ অপরাধে তাঁকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অনেকের মতে কেআই মিডিয়া মত প্রকাশের স্বাধীনতার সীমাকে লঙ্ঘন করেছে। | ការបិទនេះគឺជាសកម្មភាពតបតរបស់រដ្ឋាភិបាលចំពោះខេអាយ មីឌៀ ដែលមានសរសេរអត្ថបទមួយក្នុងខែធ្នូដែលពណ៌នាថាមន្រ្តីរដ្ឋាភិបាលសំខាន់ៗមួយចំនួនជា “ជនក្បត់”។ ខេអាយ មីឌៀ គឺជាសារពត៌មានតាមប្រព័ន្ធអ៊ីនធើណែតមួយដែលរិះគន់រដ្ឋាភិបាលដោយបើកចំហ។ |
8 | বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মচারী গ্রেফতারের বিষয়টিকে অযৌক্তিক বলে মনে করা হচ্ছে এবং বিষয়টিকে মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্য প্রাপ্তির অধিকারকে বিপর্যস্ত করার ইঙ্গিত বলে অনেকে ভাবছেন। ব্লগস্পট সাইটগুলো বন্ধ হবার পর পরই টুইটার ও ফেসবুকে অনলাইন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে: | ហេតុការណ៍នេះក៏ឈានទៅរក ការចាប់ខ្លួន របស់បុគ្គលិកធ្វើការនៅ កម្មវិធីស្បៀងអាហារពិភពលោក លោកសេង គុណាកា ដែលត្រូវបានកាត់ទោសឲ្យជាប់ពន្ធនាគារចំនួន ៦ខែ ដោយសារតែលោកធ្វើការចែកចាយច្បាប់ថតចំលងរបស់រូបភាពចេញពី ខេអាយ មីឌៀ។ នៅពេលដែលមានមនុស្សជាច្រើនបញ្ចេញគំនិតថា ខេអាយ មីឌៀ បានដើរហួសខ្សែបន្ទាត់របស់សេរីភាពនៃការបញ្ចេញមតិ ការចាប់ខ្លួនរបស់បុគ្គលិក WFP ក៏ត្រូវបានគេមើលឃើញថាមិនយុត្តិធម៌ និងវាថែមទាំងបង្ហាញពីសញ្ញានៃការបំបិទនូវសេរីភាពនៃការបញ្ចេញមតិ និងសិទ្ធិទទួលបានពត៌មាន។ |
9 | ক্রিস ইন ক্যাম্বো (ক্রিস ব্রাউন) টুইট করেন: | |
10 | কম্বোডিয়ার সকল আইপিএস ব্লগার ডট কম সাইটটি বন্ধ করে দিয়েছে। | នៅពេលដែលគេហទំព័រ blogspot ត្រូវបានបិទ សកម្មភាពតបតតាមប្រព័ន្ធអ៊ីនធឺណេតត្រូវបានគេចែកចាយតាមរយៈ Twitter និង Facebook: |
11 | আগামীকালের পত্রিকাগুলোতে বিষয়টির কারন জানার অপেক্ষায় আছি। | ChrisInCambo (Chris Brown) tweet: Blogger.com ត្រូវបានបិទដោយអ្នកផ្តល់សេវាអ៊ីនធឺណេតទាំងអស់ក្នុងប្រទេសកម្ពុជា។ សុំចាំមើលទំព័រសារពត៌មាននៅថ្ងៃស្អែក។ |
12 | জন_উইকস (জন উইকস) ফিরতি টুইটে বলেন: | john_weeks (John Weeks) tweetedតបទៅថា: |
13 | @ক্রিস ইন ক্যাম্বো আইটি সমাজের সাম্প্রতিক প্রতিবেদন ব্লগারদের ইঙ্গিত করে বলে যে, নিষেধাজ্ঞা কেবলমাত্র ইজিকম/মেটফোন আইএসপির জন্য কার্যকর। | @ChrisInCambo តាមរបាយការណ៍ថ្មីៗពីសហគមន៍ IT បញ្ជាក់ថា Blogger ត្រុវបានបិទចំពោះតែ EZEcom / Metfone តែប៉ុណ្ណោះ។ តើវាជាពេលដែលត្រូវផ្លាស់ប្តូរអ្នកផ្តល់សេវាអ៊ីនធឺណេតថ្មី? ChrisInCambo ឆ្លើយតប: |
14 | নতুন আইএসপি ব্যবহারের সময় এসেছে কি? ক্রিস ইন ক্যাম্বো জবাবে বলেন: | @john_weeks បន្ទោស ISP គឺប្រៀបដូចជាបាញ់អ្នកនាំសារអញ្ចឹង។ ខ្ញុំគិតថាពួកគេនឹងមិនធ្វើបែបនេះទេ ប្រសិនបើគ្មានបញ្ជាឲ្យធ្វើបែបនេះនោះ។ |
15 | @জন_উইকস আইএসপি কে দোষারোপ করা দূতকে গুলি করে মারার মত বিষয়। | Ninaism (Nina Lamparski) tweet: #Blogspot ត្រូវបានបិទជាផ្លូវការដោយក្រសួងមហាផ្ទៃនៅម៉ោង ១០. |
16 | আমি নিশ্চিত যে তাঁদেরকে নিশ্চয়ই এটা করতে আদেশ দেওয়া হয়নি। | ០០ ព្រឹកថ្ងៃនេះ។ កំពុងតែធ្វើការស្រាវជ្រាវអំពី e-censorship ជាពេលដែលសមរម្យមួយ#Cambodia |
17 | নিনাইজম (নিনা ল্যাম্পারস্কি) টুইট করেন: | ក្នុងអត្ថបទរបស់នាងដែលបារម្ភពី Blog Control 2.0, Nina បានសរសេរថា: |
18 | স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে #ব্লগস্পট বন্ধ করে দিয়েছে। | |
19 | ই-নিষেধাজ্ঞার বিষয়ে এক অভিসন্দর্ভের জন্য এটাই উপযুক্ত সময়#কম্বোডিয়া ব্লগ নিয়ন্ত্রণ ২. | “កម្ពុជាបច្ចុប្ប្នន្ននេះនៅតែមានសេរីភាពទាក់ទងនឹង online censorship ប៉ុន្តែពេលវេលានៃសេរីភាពបែប e-freedom ប្រហែលជានឹងបញ្ចប់ក្នុងពេលឆាប់ៗនេះ” |
20 | ০ এর বিষয়ে নিনা তাঁর নিবন্ধে লিখেন: | |
21 | “এতদিন পর্যন্ত তুলনামূলক ভাবে কম্বোডিয়া অনলাইন নিষেধাজ্ঞার বিষয়ে মুক্ত ছিল কিন্তু এই ই-স্বাধীনতার দিনগুলো অচিরেই শেষ হতে যাচ্ছে।” | |
22 | ব্লগসাইটগুলোর বিপর্যয়ের পেছনে কারনগুলো নিয়ে টুইটারে আলোচনা হলেও আলোচনাকারীগণ সম্ভবত: বন্ধ হবার প্রকৃত কারন জানেন। | ទោះបីជាមានសំនួរទាក់ទងនឹងហេតុផលខាងក្រោយការបិទគេហទំព័រមួយនេះ អ្នក tweeters ទាំងនេះប្រហែលជាបានដឹងរួចទៅហើយពីមូលហេតុដ៏ពិតប្រាកដនៃការបញ្ជានេះ។ John Weeks តបតទៅនឹងការបិទ KI Media: |
23 | জন উইকস কেআই মিডিয়া বন্ধ হবার প্রতিক্রিয়ায় বলেন: @ক্রিস ইন ক্যাম্বো আমি কেআই-মিডিয়ার বড় ভক্ত নই। | @ChrisInCambo ខ្ញុំមិនមែនជាអ្នកគាំទ្រដ៏ធំរបស់ KI-Media នោះទេ។ ប៉ុន្តែការធ្វើបែបនេះវាមានតែបន្ថែមចំណាប់អារម្មណ៍ទៅលើគេហទំព័ររបស់គេ ដូចជាអ្វីដែលធ្លាប់កើតមានចំពោះ Reahu.net. |
24 | কিন্তু তাঁদেরকে বন্ধ করে দেওয়া মানে সাইটটির প্রতি আকর্ষণ বাড়ানো। | |
25 | যেমনটি ঘটেছিল রিহাউ. | នេះគឺជាការយល់ឃើញនៅលើ facebook: |
26 | নেট -এর ক্ষেত্রে। ফেসবুকের কিছু প্রতিক্রিয়া: | មជ្ឈមណ្ឌលសិទ្ធិមនុស្សកម្ពុជា ដកស្រង់ពត៌មានពី Cambodian Express News (CEN: |
27 | মানবাধিকার বিষয়ক কম্বোডিয় কেন্দ্র, কম্বোডিয় এক্সপ্রেস নিউজ সিই এন এর উদ্ধৃতি দিয়ে বলেন: | |
28 | সিইএন: কেআই মিডিয়া বন্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে ব্লগস্পট ডোমেইনযুক্ত সকল ওয়েবসাইটের প্রবেশ বন্ধ করে দিয়েছে। | CEN: ក្រសួងមហាផ្ទៃបានបញ្ជាឲ្យអ្នកផ្តល់សេវាអ៊ីនធឺណេតទាំងអស់បិទគ្រប់គេហទំព័រដែលចេញពី blogspot domains ក្នុងគោលបំណងដើម្បីបញ្ឈប់ KI Media។ គ្រប់អ្នកផ្តល់សេវាអ៊ីនធឺណេតទាំងអស់គឺមិនអាចបើកមើលបានទេក្នុងថ្ងៃនេះ តែយ៉ាងហោចណាស់ក៏មានមួយដែរ ដែលអាចបើកមើលបាន។ |
29 | কেবলমাত্র একটি আইএসপি ব্যতীত আজ কিছু কিছু আইএসপি তে প্রবেশ করা সম্ভব হচ্ছেনা। | អ្នកប្រើ facebook ម្នាក់ទៀត, ឆេង សំណាង បានសរសេរថា: តើនឹងមានអ្វីកើតឡើងប្រសិនបើរដ្ឋាភិបាលបិទគេហទំព័ររបស់ blogspot ទាំងអស់?! |
30 | ফেসবুক ব্যবহারকারী চেং সামাং লিখেন: | តើឲ្យខ្ញុំធ្វើបែបណាចំពោះអត្ថបទរបស់ខ្ញុំនៅលើប្លក់? អូ! |
31 | সরকার যদি সব ব্লগস্পট ওয়েবসাইট বন্ধ করে দেয় তখন কি হবে? আমি আমার ব্লগস্পট ব্লগ নিয়ে কি করবো? | ភ្លេចថាខ្ញុំនៅតែអាចបើកវាបាននៅក្រៅប្រទេសកម្ពុជា ប៉ុន្តែមិត្តភក្តិរបស់ខ្ញុំនៅក្នុងប្រទេសកម្ពុជាមិនអាចអត្ថបទរបស់ខ្ញុំបានទៀតនោះទេ។ Come on, man!! |
32 | ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি এখনও কম্বোডিয়ার বাইরে থেকে আমার ব্লগস্পটে প্রবেশ করতে পারি কিন্তু কম্বোডিয়ায় থাকা আমার বন্ধুরা আমার ব্লগে প্রবেশ করতে পারছে না। | |
33 | কি বিরক্তিকর!! | អ្នកប្រើ facebook មា្នក់ទៀតសរសេរថា: |
34 | আরেকজন ফেসবুক ব্যবহারকারী বলেন: | “មុនពេលការបដិវដ្តន៍ផ្កាម្លិះ? |
35 | “আরেকটি জুঁই বিপ্লবের পূর্বক্ষণ? | សំណាងហើយដែលនៅមាន fb និង twitter” |
36 | ভাগ্যবান যে এখনও ফেসবুক আর টু্ইটার আছে” | |
37 | ব্লগস্পট সাইটগুলো বন্ধ হবার পর কি ঘটবে তা বলার সময় এখনও আসেনি। সরকারি এ সিদ্ধান্তের পরিবর্তন ঘটতে পারে কেননা ইত:পূর্বে সরকার পর্নোগ্রাফি, চৌর্যবৃত্তি এবং সাইবার অপরাধের বিরুদ্ধে ইন্টারনেট নিরাপত্তা শক্তিশালী করার জন্য স্থানীয় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের জন্য সরকার পরিচালিত বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছিল। | នេះប្រហែលជាឆាប់ពេកហើយដែលនឹងអាចមើលឃើញថាអ្វីនឹងកើតឡើងបន្ទាប់ទៀត បន្ទាប់ពីប្លក់ត្រូវបានបិទ ព្រោះការសម្រេចចិត្តទាំងនោះប្រហែលជាមានការផ្លាស់ប្តូរក្នុងករណីដែលរដ្ឋាភិបាលរៀបចំផែនការទុកជាមុនដើម្បឲ្យមាន ការគ្រប់គ្រងដែលជាកម្មសិទ្ធិរបស់រដ្ឋទៅលើអ្នកផ្តល់សេវាអ៊ីនធឺណេតក្នុងស្រុកដើម្បីពង្រឹងសុវត្ថិភាពលើប្រព័ន្ធអ៊ីនធឺណេតប្រឆាំងនឹងរូបភាពអាសអាភាស ចោរកម្ម និងឧក្រិដ្ឋកម្មលើអ៊ីនធឺណេត។ គម្រោងនេះត្រូវបានពន្យារដោយសារតែមានការប្រឆាំងនឹងប្រជាប្រិយភាពទោះបីជានៅក្នុងជួររដ្ឋាភិបាលក៏ដោយ។ |
38 | সরকারের অভ্যন্তরে গণমুখী প্রতিবাদের কারণে এ পরিকল্পনা ভেস্তে যায়। | |
39 | আপডেট: কেআই মিডিয়া জানায় যে ইতোমধ্যেই তাঁদের সাইট টি খুলে দেওয়া হয়েছে। | ពត៌មានថ្មី: KI Media រាយការណ៍ថាគេហទំព័ររបស់គេ បើកវិញហើយ។ រដ្ឋាភិបាលក៏បដិសេធពីគម្រោងដែលនឹងមានការ censor KI Media ដែរ។ |