Sentence alignment for gv-ben-20110118-14766.xml (html) - gv-kor-20101202-429.xml (html)

#benkor
1ইকুয়েডর ও কলম্বিয়ার অদৃশ্য সীমান্ত에콰도르와 콜롬비아: 보이지 않는 국경선 문제
2কলম্বিয়া-ইকুয়েডর সীমান্ত আবারো বিরোধপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে।콜롬비아와 에콰도르의 국경 문제가 다시 한 번 수면 위로 떠올랐다.
3দুটি রাষ্ট্রের মধ্যে ৫৮৬ কি:মি: (প্রায় ৩৬৫ মাইল) সীমানা রয়েছে। দেশ দুটির মধ্যে সীমানা সংক্রান্ত বিরোধ, পারস্পারিক অভিযোগ, সশস্র সংঘাত এবং শরণার্থীর দীর্ঘ ইতিহাস রয়েছে।586 킬로미터 (약 365마일)의 국경으로 맞닿아있는 두 국가는 서로 간 분쟁과 비난, 심지어 무력 충돌과 실종 문제를 오래 전부터 겪어왔다.
4কলম্বীয় বিদ্রোহী দল ফার্ক (রেভুলেশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া) এর সদস্য রাউল রেস এর মৃত্যু সম্ভবত: সীমান্তের সর্বজনবিদিত ঘটনা।라울 레예스(Raúl Reyes)는 콜롬비아의 반군단체인 FARC (콜롬비아 무장 혁명군)의 일원이었다. 그의 죽음은 아마도 두 국가의 국경 분쟁 중 가장 잘 알려진 사건일 것이다.
5বিসি১০ এর ভাষ্য [স্প্যানিশ ভাষায়] অনুযায়ী ২০০৮ সালের মার্চে ইকুয়েডর সীমানায় আনগস্তুরার ফার্কের বেস-এ কলম্বিয়ার আক্রমণে রেস নিহত হন।레예스는 에콰도르 영토에서 2008년 3월 죽음을 맞았다. bc10 [스페인어]에 따르면 앙고스뚜라(Angostura)에 위치한 FARC 기지가 콜롬비아에 의해 공격을 받았을 때 일어난 일이라고 한다.
6এল রাদার দো লা ফ্রন্টেরা -এর [স্প্যানিশ ভাষায়] প্রতিবেদনে বলা হয় সীমান্তে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তাহীনতা ও ভয়।El radar de la frontera [스페인어]는 또 다른 심각한 영토분쟁의 예로는 불안정감과 공포가 있다고 보도한다.
7লা হিসটোরিয়া দেল দিয়া [স্পেন] ব্লগে বলা হয় শাস্তি বিহীন পরিবেশে ঐ এলাকায় অপরাধ সংগঠিত হয়।그러나 블로그 La Historia del Día [스페인어]에 따르면 이 지역에서 일어나는 범죄는 처벌 대상이 아니라고 한다.
8সেপ্টেম্বর ১৯ তারিখ রবিবারে উভয় দেশের টু্ইটার ব্যবহারকারী গণ এবং সংবাদপত্রগুলো সীমান্তের সর্বশেষ ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন পরিসংখ্যান তুলে ধরে। কলম্বীয় সশস্ত্র বাহিনীর আক্রমণে ফার্ক সদস্যদের মৃত্যুর বিষয়ে ইনফোবে.9월 19일 월요일부터 콜롬비아와 에콰도르의 트위터 사용자들과 뉴스 채널들은 각기 다른 자료를 인용하여 콜롬비아 군대가 FARC 기지를 공격한 사건, 즉 가장 최근 국경 지대에서 일어난 사건의 사망자 수를 발표했다. infobae.com [es]의 발표에 따르면 “에콰도르의 콜롬비아의 국경지역에서 최대 60명의 반군들이 죽었다”고 한다.
9কম বলে [স্প্যানিশ ভাষায়]: “ইকুয়েডর ও কলম্বিয়া সীমান্তে ৬০ জন গেরিলা নিহত হয়েছেন।
10ইকুয়েডর পক্ষে এর প্রতিক্রিয়া ভিন্ন।에콰도르 측의 반응은 다양했다.
11টু্ইটার ব্যবহারকারীগণ এ ধারণার বিরোধীতা করে বলেন ইকুয়েডর কলম্বীয় সেনাদের সমর্থন করেনি।에콰도르의 트위터 사용자들은 에콰도르 정부가 콜롬비아 군대를 돕지 않았을 거라는 설을 부정했다.
12এর পক্ষে ডগলাস ওয়েবার (@এইচসিজেবিভোজআন্দেজ) এক লিংকে বলেন더글라스 웨버(Douglas Weber) (@HCJBVozAndes)는 이렇게 트윗했다.
13ইকুয়েডর আবারো বলেছে যে তাঁরা কলম্বীয় সংঘাতে জড়িত নয় http://bit.ly/9aPjSg에콰도르 정부는 항상 콜롬비아 분쟁에 관여하지 않았다고 반복해서 주장하지. http://bit.ly/9aPjSg
14হেলি রোজাস (@সিসমায়া) কলম্বিয়া থেকে রিপোর্ট করেন:다음은 콜롬비아의 엘리 로하스(Hely Rojas) (@sysmaya)의 트윗이다:
15সীমান্তের বিষয়ে ইকুয়েডর নতুন কিছুই বলেনি শুধু বলেছে তাঁরা কলম্বীয় অভিযানে সহায়তা করেনি।http://bit.ly/coQiRY에콰도르는 국경에서 일어난 분쟁에 관해 새로운 얘긴 전혀 하지 않으면서 콜롬비아의 작전을 돕지 않았다고만 발표한다. http://bit.ly/coQiRY
16লুই আলোনসো লুগো ইকুয়েডরের প্রতিরক্ষা মন্ত্রী জাভিয়ের পনস সেভালোস এর কথাগুলোকে পরিস্কার করে ব্যাখ্যা করেন [স্প্যানিশ ভাষায়]।루이스 알론소 루고(Luis Alonso Lugo) [스페인어]는 에콰도르의 국방부 장관인 하비에르 뽄세 세바요스(Javier Ponce Cevallos)의 말을 인용하며 에콰도르의 입장을 명확히 발표했다.
17সেভালোসকে কলম্বিয়া-ইকুয়েডর সীমান্ত রক্ষার জন্য কলম্বিয়াকে সহায়তা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলা হয়।세바요스는 콜롬비아와 에콰도르의 국경 지역을 보호하자는 차원에서 미국이 콜롬비아와 협력할 것을 요구했다. “세바요스는 콜롬비아와 협력이 필수라고 설명합니다.
18আলোনসো লুগো বলেন, “পনস ব্যাখ্যা করে বলেন যে, কলম্বিয়াকে সহায়তা করা জুরি এ কারণে যে, দুদেশের সীমান্তে কলম্বীয় সংঘাতে বেঁচে থাকা ১৪০,০০০ শরণার্থীর জন্য কলম্বিয়া ইকুয়েডরের উপর ‘যে পরিমান চাপ' প্রয়োগ করে তাতে ইকুয়েডরকে বছরে ১০,০০০ সৈন্য ‘যা সর্বমোট সৈন্যের এক তৃতীয়াংশ' প্রতিপালনের জন্য ১০০ মিলিয়ন ডলার খরচ করতে হয়।콜롬비아의 분쟁 때문에 140,000명의 난민들이 현재 콜롬비아-에콰도르 국경 지역에 살고 있습니다. 그 지역을 보호하기 위해서 에콰도르는 매년 1억 달러의 비용을 들여가며 전체 군대의 3분의 1인 1만 명의 군을 국경지역에 배치시키고 있습니다.
19সীমান্তে এ ধরণের সংঘাতের প্রভাব বহুবিধ।이는 에콰도르에 막대한 부담입니다.”
20সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ফলে সীমান্তে এক ধরণের নো ম্যানস ল্যান্ডের সৃষ্টি হয়েছে।알론소 루고가 말했다.
21ব্লগ পেরিওডিসমোডিফ্রনটেরা [স্পেন] (সীমান্তবিহীন সাংবাদিকতা) এর প্রতিবেদন:보이지 않는 국경: 폭력과 실종사건
22উত্তর সীমান্তের ইকুইডরের তিনটি প্রদেশ কার্চি, সুকুম্বিওস এবং এসমারেল্ডাস-এ সাক্ষাতকার ও কর্মশালার মধ্য দিয়ে সমস্যাগুলোর বিশ্লেষণ করা হয়।이 국경 분쟁은 여러 문제를 낳고 있는데, 그 중 가장 심각한 문제는 아무도 살려고 하지 않는 땅이 생긴다는 것이다.
23এখানে যে সমস্যাগুলো নিয়ে বিশ্লেষণ করা হয় সে সমস্যাগুলো ইতঃপূর্বে কখনো পত্রিকায় আসেনি কিন্তু ঐসব প্রদেশের সমাজগুলোর সামাজিক উন্নয়নে বিষয়গুলো বারবার প্রভাব বিস্তার করে।다음은 블로그 periodismodefrontera [스페인어] (국경없는 저널리즘)에 포스팅된 리포트이다: 에콰도르의 세 지역, 까르치(Carchi), 수꿈비오스(Sucumbíos) 그리고 에스메랄다스(Esmeraldas)에서 북쪽 국경선에서 일어나는 문제들에 관한 분석이 인터뷰와 워크샵을 통해 이루어졌다.
24উত্তর সীমান্তের শিশুদের পরিস্থিতি নিয়ে আমরা আলোকপাত করতে চাই। বিশেষতঃ দুটো গুরুত্বপূর্ণ বিষয়: শিশুশ্রম ও যৌন সেবা এবং শ্রমের উদ্দেশ্যে শিশু পাচার।이 분석이 집중 조명한 심각한 문제들은 언론에 의해 보도되기는 하지만 이 지역사회들이 사회적으로 발전함에 따라 그 파장이 점점 더 심각해지고 있다.
25“যুদ্ধ বিরোধী নারীদের দ্বি-জাতিক আন্দোলন। কলম্বিয়া-ইকুয়েডর সীমান্ত।이들은 아동 대우에 관련된 문제들로 크게 아동 노동 착취문제와 아동 성매매 두 가지로 구분된다.
26ছবি ফ্লিক ব্যবহারকারী পাদাওয়ান এর সৌজন্যে - অ্যাট্রিবিউশন-শেয়ার এলাইক ২."Binational movement of women against war.
27০ জেনেরিক ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহৃত।Colombia-Ecuador border."
28শরণার্থীদের জন্য জাতিসংঘ কার্যালয়, কুইটো, ইকুয়েডর -এ কর্মরত সহকারী পরিচালক লুই ভার্সি বলেন [স্প্যানিশ ভাষায়], প্রতি সপ্তাহে ৫০ টি কলম্বীয় পরিবার সশস্ত্র দলের হাত থেকে তাঁদের সন্তানদের বাঁচাতে ইকুয়েডরে প্রবেশ করে।Image by Flick user padawan used under an Attribution-ShareAlike 2.0 Generic Creative Commons license 루이스 바레세(Luis Varese)는 유엔 난민기구 키토(Quito, Equador) 사무소의 사무 차장이다.
29তিনি বলেন, “নিরবতা”। “তাঁরা বারো বছর বয়সী বালকদের সশস্ত্র দলে যোগ দিতে বাধ্য করে” আর মেয়েদের “যুদ্ধের পুরষ্কার হিসাবে যৌন পেশায় ব্যবহৃত হওয়ার জন্য মুদ্রা হিসাবে ব্যবহার করে।그는 매주 콜롬비아에서 에콰도르로 약 50가족이 폭력을 피해서, 또는 아이들이 무장단체에 끌려가는 것을 막기 위해 도망친다고 말했다.
30আদিবাসী জনগণ যাদের জঙ্গল সম্পর্কে জ্ঞান রয়েছে তারাও বিশেষ গুরুত্ব পায়।”바레세는 “무장단체들은 열두 살부터의 남자아이들을 강제로 끌고 갑니다.
31সিউদাদানিয়া ইনফরমাদা [স্প্যানিশ ভাষায়] প্রতিবেদন প্রকাশ করে যে, যে সব শিশুর পিতামাতা আলাদা আলাদা দুটি দেশের নাগরিক সে সব শিশুদের কোন দেশেরই নাগরিকত্বের অধিকার নেই।여자아이들은 마치 ‘전쟁의 포상'처럼 여겨져 돈처럼 쓰이거나 성적 노리개가 되죠. 정글을 훤히 꿰뚫고 있는 원주민들 역시 가치 있게 여겨집니다.”
32ইউনিসেফ-এর সঙ্গে সংযুক্ত কুয়াদির্নো দে তেরেনো ব্লগে নাতালিও কারাসকো বলেন [স্প্যানিশ ভাষায়], আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য অথবা সৈনিক হিসাবে কোন দলে ভর্তি হওয়ার হাত থেকে রক্ষা পেতে চাইলে যে সব শিশুরা তাদেঁর পরিবার বিচ্ছিন্ন অথবা যেসকল শিশু তাঁদের কলম্বীয় পিতামাতাবিহীন সে সব শিশুদের ইকুয়েডরে আশ্রয় নিতে হবে।Ciudadanía Informada [스페인어]의 보도에 따르면 각각 양쪽의 국적을 가진 부모 사이에 태어난 아이들은 양 쪽 어떤 나라의 국적도 가질 수 없다고 한다. UNICEF에 링크된 블로그 Cuaderno de Terreno [스페인어]에서 나딸리오 까라스꼬(Natalio Carrasco)는 콜롬비아인 부모들과 떨어진 아이들은 범죄 조직에게 공격 당하거나 납치당하는 것을 피하기 위해서 에콰도르로 피난을 온다고 말한다.
33তা না হলে তাঁরা তাঁদের চোখের সামনে পরিবারের সদস্যদের নিহত হতে দেখবে।어떤 아이들은 가족이 살해당하는 것을 직접 목격하기도 한다.
34এটা খুবই সম্ভব যে, শিশুরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে বেঁচে আছে তা তাঁদের শারীরিক ও মানসিক বিকাশে প্রভাব ফেলবে।이 아이들은 경험한 것들로 인해서 신체적으로나 정신적인 성장에 있어 극심한 영향을 받을 확률이 아주 큽니다.
35মেয়ে, বয়:সন্ধিকালীন শিশু, নারী এবং কোন কোন ক্ষেত্রে পুরুষদেরও মানব পাচারকারীদের হাতে পরার এবং অপব্যবহারের শিকার হওয়ার ভয় রয়েছে।여자아이들, 청소년들, 성인 여성들 또 어떤 경우에는 남성들까지도 학대와 인신 매매의 위험에 노출돼있습니다.
36স্থানীয় জনগণ ও আদিবাসীদের সংগঠন ভোলতেয়ার প্রতিবেদনে বলে [স্প্যানিশ ভাষায়]:원주민과 지방인 단체는 Voltaire [스페인어]에 이렇게 보도했다:
37আমরা যার ইকুয়েডরের উত্তর সীমান্তে বাস করি তাঁরা প্রত্যেকেই ইকুয়েডর ও কলম্বিয়ার দরিদ্র পীড়িত অঞ্চল থেকে আসা।에콰도르의 북쪽 국경지역에 살고 있는 우리들은 에콰도르와 콜롬비아의 가장 빈곤한 지역에서 왔습니다.
38নানারকম ঝুকি ও ঝামেলার মধ্য দিয়ে আমাদের সন্তানদের জন্য সুদিনের প্রত্যাশায় আমরা এ এলাকায় আসি।이곳에 오기까지 우리는 아이들의 더 나은 미래를 위해 많은 노력과 고통을 감내했습니다.
39আমাদের কলম্বীয় ভাইয়েরাও একই ধরণের সমস্যায় ভুগে।콜롬비아에 있는 우리 형제들도 비슷한 고통을 겪었습니다.
40আমরা যারা ইকুয়েডরের উত্তর সীমান্ত এবং কলম্বিয়ার দক্ষিণ সীমান্তে বাস করি তাঁদের মানবাধিকার, নাগরিক অধিকার রয়েছে। এ বিষয়ে সাংবিধানিক অধিকারসহ ইকুয়েডরে আন্তর্জাতিক চুক্তি থাকলেও সীমান্তে বসবাসকারীদের জন্য পায়ে মাড়িয়ে যাওয়া হয়।에콰도르의 북쪽 국경지역 그리고 콜롬비아의 남쪽지방에 살고 있는 우리들은 단지 국경지역에 살고 있다는 이유 만으로 에콰도르의 헌법 그리고 국제 협정들에 명시된 인권과 시민권들을 전혀 보장받지 못합니다.
41এ পরিস্থিতিকে সারভিন্ডি নিশ্চিত করেছেন।이러한 주장은 Servindi [스페인어]의 보도와 일치한다.
42তিনি প্রতিবেদনে বলেন [স্প্যানিশ ভাষায়] “ইকুয়েডর সীমান্তের নিকটবর্তী গুয়াচুয়াল শহরের কাছে গ্রামীণ এলাকায় ২৮ আগস্ট আদিবাসী নেতা রামিরো ইনামপিউস এবং তাঁর স্ত্রী মারিয়া লিনা গালিন্ডেজ কে হত্যা করা হয়।”이 보도에 따르면 원주민의 우두머리였던 라미로 이남뿌에스(Ramiro Inampues )와 그의 아내 마리아 리나 갈린데스(María Lina Galíndez)는 “8월 28일 구아츄깔(Guachucal)시티 근처 시골지역에 에콰도르와 맞닿은 국경선 근처에서 살해당했다”고 한다.
43ওয়েবসাইট লা সিল্লা ভাসিয়ার ফোরামে পিও এলাকার দ্বন্দ্ব-সংঘাত নিয়ে ব্যাখ্যা করেন।이 프로젝트로 인해 위험에 빠지는 것은 Kofanes 부족 뿐만이 아니라는 것을 강조할 필요가 있습니다.
44ফোরাম ব্যবহারকারীগণ এল করিডোর সার নামক সড়ক তৈরির সমস্যা নিয়ে আলোচনা করেন[স্প্যানিশ ভাষায়]। দুদেশের মধ্য দিয়ে যাওয়া এ সড়ক প্রকল্পটি আদিবাসী জনগণকে ক্ষতিগ্রস্ত করবে।50명 이하인 마까과헤스(Macaguajes) 부족, 시오나스(Sionas), 꼬레구아헤스(Coregüajes) 그리고 조금 덜 하기는 하지만 바호 뿌뚜마요의 잉가스(Ingas of Bajo Putumayo) 부족도 영향을 받습니다.
45এটা উল্লেখ করা প্রয়োজন যে, এ প্রকল্পটি শুধুমাত্র কোফানেস আদিবাসীদের ঝুকিপূর্ণ করবেনা মাকাগুয়াজেস (৫০ জনের নিচে), সিওনাস, কোরেগুয়াজেস এবং ছোট পরিসরে বাজো পুটুমায়োর ইনগাসরাও ক্ষতিগ্রস্ত হবে।
46এ আদিবাসীরা প্রত্যেকেই আয়াহুয়াসকুয়েরা সংস্কৃতি এবং আধ্যাতিকতার উত্তরাধিকারী।
47Email
48লিখেছেনPaulina Aguilera Muñoz অনুবাদ করেছেন আলীম아야후아스께라 문화의 유물, 유적지 그리고 종교적인 유산들까지도요.