# | ben | kor |
---|
1 | তুর্কী: সিরিয়ার সাথে যুদ্ধের বিপক্ষে ইস্তাম্বুলে হাজারো জনতার প্রতিবাদ | 터키: 시리아 전쟁에 반대하며 이스탄불에서 수 천명 시위 |
2 | সিরিয়ার সরকারী বাহিনী কর্তৃক পাঁচজন বেসামরিক তুর্কী নাগরিককে হত্যার জবাবে তুর্কী সামরিক বাহিনী সিরিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। | 터키 군대가 시리아 목표물을 공격했다. 이는 시리아 정부군이 다섯명의 터키 시민을 살해한 것에 대한 대응이었다. |
3 | প্রধানমন্ত্রী তাইপ এরডোগানের কার্যালয় থেকে এই হামলার পর পরই একটি বিবৃতি প্রচার করা হয়, এই বলে যে: | 에르도안(Tayyip Erdogan) 국무총리실은 이 후 즉각적으로 성명서를 발표했다, 성명서에서 말하길: |
4 | সীমান্ত এলাকায় আমাদের সামরিক বাহিনী যুদ্ধের নিয়মানুযায়ী তৎক্ষণাৎ ঐ ন্যাকারজনক হামলার জবাব দিয়েছে; লক্ষ্য ছিল রাডারের মাধ্যমে সনাক্ত করা সিরিয়ার ঐ স্থানগুলোতে মেশিনগানের দ্বারা হামলা চালানো। | 국경지대에 위치한 우리 무장 군대는 교전수칙에 준하여 이 끔찍한 공격에 대해 대응했다; 시리아에 있는 목표물은 대포공격을 받았으며, 이는 레이다를 통해 확인되었다. |
5 | তুর্কী আইনসভায় একটি বৎসরব্যাপী আলোচিত আদেশ পাস হয় সীমান্ত পার করে সেনাবাহিনীর কার্যক্রমকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে। | 터키 의회는 국경지대 군사활동을 허가하는 일년 유효 명령서를 통과시켰다. |
6 | ৫৫০টি আসন বিশিষ্ট তুর্কী আইনসভায় ৩২০টি ভোটে এই প্রস্তাবনাটি পাশ হয়। | 이 발의는 총 550석인 터키 의회에서 320명의 지지를 받으며 통과되었다. |
7 | তুর্কী উপপ্রধানমন্ত্রী একটি বিবৃতিতে বলেছেন যে, সিরিয়ায় সেনাবাহিনীর ব্যবহারের এই আনুষ্ঠানিক আদেশ একটি যুদ্ধের ঘোষণার সমান নয়, প্রতিরোধ ব্যবস্থা মাত্র। | 터키 부총리는 성명서에서 시리아에 주둔하고 있는 군사력 사용을 허가하는 것이 전쟁을 선포하는 것은 아니며 이는 예방책일 뿐이라고 밝혔다. |
8 | তুর্কী প্রধানমন্ত্রী একটি বিবৃতিতে এ কথা সমর্থন করে বলেন: | 뒤를 이어 터키수상은 성명서를 발표했다: |
9 | আমরা সবাই এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা চাই। | 이 지역에서 우리가 원하는 것은 평화와 안보이다. |
10 | আমাদের যুদ্ধ শুরু করার কোন ইচ্ছে নেই। | 우리는 전쟁을 발발할 어떠한 의도도 가지고 있지않다. |
11 | আমরা আফগানিস্তান ও ইরাক যুদ্ধের ফলাফল ও পরিণতি সম্বন্ধে সচেতন… আমরা সিরিয়াতেও একই ব্যপার দেখতে পাচ্ছি। | 우리는 이라크와 아프가니스탄 전쟁의 결과를 자각하고 있다…우리는 시리아 상황을 이와 동일하게 보고있다. |
12 | সিরিয়ার রাষ্ট্র চালিত সংবাদ সংস্থা (এসএএনএ) এই বলে একটি তৎক্ষণাৎ বিবৃতি প্রকাশ করে যে, সিরিয়ান কর্তৃপক্ষ মৃতব্যক্তিদের পরিবারগুলোর এবং তুর্কী জনগন্দের প্রতি আন্তরিকভাবে শোকপ্রকাশ করছে। | 시리아 국영 뉴스 에이전시(SANA)는 시리아 당국이 사망자 유족들과 터키 국민들에게 진심 어린 애도를 표한다는 즉각적인 성명을 발표했다. |
13 | ৫০০০ এর অধিক বিক্ষোভকারী সিরিয়ার সাথে সম্ভাব্য যুদ্ধের বিরোধিতা করে ইস্তাম্বুলের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন। | 오천명이 넘는 시위자들이 이스탄불 거리로 나와 시리아와 있을 전쟁 가능성에 대해 반대하는 시위를 벌였다. |
14 | বৃহস্পতিবার রাতে, একে পার্টির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়, বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিল, | 목요일 저녁, 시위대는 AK당에 반대하며, 다음과 같이 외쳤다: |
15 | একেপি চায় যুদ্ধ, জনগণ চায় শান্তি। | AKP는 전쟁을 원한다, 국민은 평화를 원한다. |
16 | যুদ্ধ নয়, এই মুহুর্তে শান্তি চাই। | 전쟁 반대, 평화는 지금.” |
17 | চেরিন অ্যাতাল্লা বিক্ষোভ থেকে এই ছবিটি টুইট করেছেন, যেখানে পড়া যাচ্ছে “সিরিয়ায় নাক গলাবে না”: | 아탈라(Cherine Atalla)는 시위대의 이사진을 트윗했다, 이곳엔 “시리아에서 손을 떼라”라고 적혀있다: |
18 | ইস্তাম্বুলে যুদ্ধ বিরোধী বিক্ষোভে একটি প্রতীকী চিহ্ন যেখানে বোঝা যাচ্ছে সিরিয়ায় নাক গলাবে না, @চেরিন_৮৯ প্রকাশ করেছেন, অনুমতি সাপেক্ষে পুন:প্রকাশ করা হল। | A sign at the Istanbul anti-war protest which reads Hands off Syria, shared by @Cherine_89 on Twitter. Reposted with permission. |
19 | তুরস্কে বিক্ষোভে স্যাভাসা হায়ির শ্লোগানটি যার অর্থ “যুদ্ধে নয়”, বৃহস্পতিবার সকালে টুইটার ব্যবহারকারীদের মধ্যে শীর্ষ চলতি বিষয় ছিল। | 터키어로 슬로건, 사바사 하이르(Savasa hayir)는 “전쟁에 반대”라는 뜻으로 목요일 오전 트위터 사용자들에게 이 단어가 가장 많이 쓰인 토픽이 됐다. |
20 | সীমান্তে নিয়োজিত সেনাবাহিনীর বিশেষ কার্যক্রমে আদেশটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এই বিষয়টিকে ঘিরে বিভক্ত হয়ে যায়, সমাজ ও রাজনৈতিক সচেতন, বিশেষজ্ঞ এবং বুদ্ধিজীবীদের পক্ষ থেকে মতপ্রকাশ করা হয় বিমান থেকে প্রচণ্ড বোম্বিং করা হবে। | 국경지역 군대 행동 지침서가 승인된 이래, 이 문제는 활동가와 전문가들의 사이에서 커다란 반응을 일으키며 소셜 네트워크에서 양분화되었다. 터키에 사는 아타오글루(Hulya Ataoglu)는 다음과 같이 트윗했다: |
21 | তুরস্ক থেকে হুলিয়া অ্যাতাগ্লু টুইট করেছেন: | @cramelin: #savasahayir #전쟁엔 반대, 전쟁에 반대, 지금도 안되고, 영원히 안된다. |
22 | @ক্রেমেলিন: #স্যাভাসাহায়ির #যুদ্ধ নয় যুদ্ধ নয়, এখন নয়, কক্ষনো নয়। অজগর গুরবুজ ইস্তাম্বুল থেকে বলেন: | 이스탄불에 사는 구르버즈(Ozgur Gurbuz)는 다음과 같이 말했다: |
23 | @অজগরবাজ: শান্তিই একমাত্র রাস্তা #যুদ্ধ নয় #ইস্তাম্বুল থেকে স্যাভাসাহায়ির। | @ozzgurbuz: 평화만이 해답이다#전쟁반대#이스탄불에서savasahayir. |
24 | এখানে থেকে বৃদ্ধি পাচ্ছে। | 더 많은 사람들이 평화를 외친다. |
25 | হাজার হাজার বিক্ষোভকারী সিরিয়ার ইস্তাম্বুলে যুদ্ধ বিরোধী স্লোগান দেন। | Thousands protest against war on Syria in Istanbul. |
26 | ছবিটি @জাপিকা টুইটারে প্রকাশ করেছেন। | Photo shared by @zappika on Twitter |
27 | এবং স্যারপার এরে সিরিয়ার সাথে যুদ্ধ বিরোধী বিক্ষোভের স্থান থেকে উপরের একটি ছবি টুইট করেছেন, মন্তব্য করে যে, “দেশে শান্তি চাই, সাড়া বিশ্বে শান্তি চাই”। | 시리아와의 전쟁을 반대하는 시위 사진을 에레(Sarper Ere)는 트윗하며 “국내 평화, 국제 평화”라는 의견을 달았다. |