# | ben | kor |
---|
1 | ইরানঃ প্রাক-ইসলামিক যুগের চরিত্রের ভিত্তিতে নির্মিত মূর্তির বিষয়ে ক্ষোভ | 이란: 이슬람 전 시대의 동상에 쏟아진 분노 |
2 | দেখে মনে হচ্ছে যে ইরানে এখন আর মূর্তিও নিরাপদ নয়। | 이란에서는 사람뿐 아니라 동상도 안전하지 못하다. |
3 | দেখে মনে হচ্ছে ইরানের বেশ কিছু প্রকাশ্য স্থান থেকে ইরানের জাতীয় বীরের ব্রোঞ্জের মূর্তি চুরি হয়ে যাবার ঘটনার পেছনে ধর্মীয় উদ্দীপনা কাজ করছে। | 최근 각지에서 몇몇 국가 영웅을 기리는 동상이 도난당했는데, 이 이면에는 종교적 의도가 숨어있다. 이란 북부에 자리잡은 도시 사리. |
4 | ইরানের দক্ষিণ শহর সারিতে, কর্তৃপক্ষ আদেশ ইরানের উপকথা অনুসারে তৈরি ১৬ জন বীর এবং ঘোড়া ও রথসহ তীরন্দাজ আরাশ কামাঙ্গির-এর মূর্তি ধ্বংস করে ফেলার নির্দেশ দেয়। | 최근 이곳 지자체는 신화 속 영웅인 궁수 아라쉬 카망기르 (Arash Kamangir)가 전차를 모는 모습을 묘사한 동상 16점을 철거할 방침을 세웠다 . |
5 | ইরানের উপকথার বীর এবং তীরন্দাজ, আরাশ কামাঙ্গির | 페르시아 신화속 영웅인 궁수 아라쉬 카망기르의 동상 |
6 | এর কারণ হতে পারে এই যে ইমাম স্কোয়ারে উপস্থিত ঘোড়ার মূর্তিগুলোকে দেশটির ইসলামিক প্রজাতন্ত্রের স্থপতি আয়াতুল্লাহ খোমেনির প্রতি অপমান হিসেবে বিবেচনা করা হয়েছে। | 철거 결정의 공식적, 표면적 이유는 이맘광장 등에 있는 말 동상들이 이란이슬람공화국 건국의 아버지 아야톨라 호메이니에 대한 모욕으로 비춰질 소지가 있기 때문이다. |
7 | বলা হয়ে থাকে কামাঙ্গির তার নিজের জীবন তার তীরের মধ্যে যুক্ত করেছে এবং সে ইরানের সীমান্ত এলাকা বৃদ্ধির জন্য তা ব্যবহার করেছিল। | 카망기르 아라쉬는 활에 인생을 쏟아부은 인물로서, 출중한 화살 실력으로 이란의 영토를 넓혔다고 전해지고 있다. |
8 | ১৯৭৫ সালে সারিতে প্রকাশ্য স্থানে এই মূর্তি স্থাপন করা হয়েছিল। | 이 동상은 설치된 1975년부터 이맘광장을 장식해왔다. |
9 | এই ভিডিওতে ধ্বংস হয়ে যাওয়া মূর্তির দৃশ্য দেখা যাচ্ছে। এটি আপলোড করেছে সেকুলার ডেমোক্রেসি ইরান । | 훼손된 동상의 모습을 담은 영상이 2011년 6월 29일, 유투브 사용자 SecularDemocracyIran 에 의해 유튜브에 올라왔다. . |
10 | ২৯ জুন, ২০১১ তারিখে এটি আপলোড করা হয়: | http://www.youtube.com/watch? |
11 | http://www.youtube.com/watch? v=5rHTL_UzbDo | v=5rHTL_UzbDo |
12 | সহজ লক্ষ্যবস্তু | 손쉬운 먹잇감 |
13 | আজারমেহের লিখেছে যে আজকাল অনেক বেশি বেশি মূর্তি হামলার শিকার হচ্ছে, বিশেষ করে ইরান সরকার যখন প্রাক ইসলামিক সময়ের ইতিহাসের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করছে। সে বলছে : | 아자르메르(Azarmehr)는 오늘날 많은 동상들이 철거되는 데에는 이슬람이 들어오기 전 이란의 모습을 받아드리지 못하는 정부의 과격한 이슬람주의 역사관이 자리잡고 있다고 지적한다. |
14 | ১৯৭৯ সালে সংঘটিত বিপ্লবের পর থেকে ইসলামিক প্রজাতন্ত্র তার ইরান বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। | 1979년 혁명으로 팔레비 왕조를 축출하며 이란공화국을 건국한 이래, 정부는 이슬람원리주의 주입에 혈안이 되어왔다. |
15 | এই শাসকেরা ইরানের প্রাক-ইসলামিক প্রতীককে ভয় পায়। | 정부는 이슬람 유입 전 시대의 상징물에 두려움을 느낀다. |
16 | সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই ইরান বিরোধী কর্মকাণ্ড দেখা যায় মাশাদের সেই সমস্ত দেওয়াল অঙ্কিত চিত্র সরিয়ে দেওয়ার মাধ্যমে, যে সব চিত্রে শাহানামা নামক মহাকাব্যের কাহিনী তুলে ধরা হয়েছে (বুক অভ কিংস)। | 정부의 이러한 원칙에 따라 최근 마샤드의 벽에 그려진 서사시 샤나메(왕의 책)가 지워졌고, 사리에 있는 영웅 아라쉬 동상이 철거됐다. |
17 | সারি শহরে, ইরানের আরেক বিখ্যাত মহাকাব্যের নায়ক আরাশ-এর মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে। এখন তারা ইয়াসুজ শহরে অবস্থিত আরিওবারজেন-এর মূর্তি অপসারণ করতে চায়। | 이슬람원리주의를 충실히 시행해온 정부는 이제 야수즈에 이는 아리오바르자네스 동상을 철거하려 한다. |
18 | বেশ কয়েকজন ব্লগার, যেমন অসাইয়ান সাবজ, যে স্থানে মূর্তি ছিল, সেখান থেকে তা সরিয়ে ফেলা এবং তা ধ্বংস করে ফেলার সে খালি স্থানের ছবি তুলেছে: | 오시안 사브즈(Osyan Sabz) 등 몇몇 블로거들이 동상이 철거된 후 휑한 광장의 모습을 올렸다. |
19 | কাইসার, সারির এক শিল্পী আবদুলহোসেইন মোখতাবাদ এর বক্তব্য উদ্ধৃত করেছে। | 키아사르는 “그 동상들은 민중의 것, 우리가 지켜야 한다.” |
20 | সে বলছে, এই সব মূর্তি আমাদের নাগরিকদের সম্পদ এবং আমাদের তা রক্ষা করা উচিত। | 라고 외친 사리 출신의 예술가 압둘호세인 모크타바드의 말을 인용했다. |
21 | কিন্তু সারির অশ্বারোহীর জন্য, বেদনাদায়ক ভাবে অনেক দেরি হয়ে গেছে। | 그러나 슬프게도 사리 시민들에게는 이미 늦은 일이다. |