# | ben | kor |
---|
1 | চীন: তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার গুজব; সব জায়গায় পাগলের মত লবণ কেনা আতঙ্কে ঘি ঢেলেছে | 중국: 방사능 누출 루머로 인한 소금 사재기 현상 |
2 | এই পোস্টটি জাপানের ভূমিকম্প ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | 글로벌 특별 보도 2011일본 지진 글입니다. |
3 | জাপানের ভূমিকম্প, সুনামি আর পারমাণবিক দুর্ঘটনার বিষয়ে চীনের প্রতিক্রিয়া ছিল একই সাথে নোংরা এবং মানবিক, আর জাপান নামক দেশটির প্রতি অনুভূতি আগের মতই জটিল অবস্থায় রয়ে গেছে। | 일본의 지진, 쓰나미와 원자력 발전소 사고에 대한 중국인의 반응은 보기 흉하지만 인간적이였다. |
4 | অনেকে এই বিপর্যয়কে ভবিষ্যৎ-এ এক বিবৃতি প্রদানের সুযোগ হিসেবে দেখছে। | 일본이란 나라에 대해 느끼는 감정이 복잡하지만 말이다. |
5 | | 현재 닥친 암울한 상황에 대해 어떤 이들은 미래에 대비하게끔 하는 기회라고 말 할 수도 있으나, 중국에서의 일본 지진의 실제적 여파는 수요일 밤쯤에 구체적으로 윤곽이 드러났다. |
6 | তবে জাপানের ভূমিকম্পের সবচেয়ে দৃশ্যমান প্রভাব চীনে তখনই দেখা যায়, যখন বুধবার রাতে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম চীনে বাতাসের মাধ্যমে কোন তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সম্ভবনা নেই বলে বিবৃতি প্রদান করা হয়, কিন্তু গুজব রয়েছে যে পূর্ব উপকুলের মাধ্যমে চীনের লবণ সরবরাহের উপর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। | 중국의 공영방송은 유출된 방사성 물질이 공기를 통해서 중국에 도달할 가능성은 희박하다고 보도했지만, 중국 동부 해안의 소금 생산처가 곧 방사능에 노출된다는 루머가 중국에 떠돌았다. 미래 소금 공급의 안정성에 대해서 걱정하지 말라는 중국 공영방송의 보도는 오히려 역효과를 나타냈다. |
7 | বাস্তবতা হচ্ছে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম চীনের জনতাকে বলছিল যে ভবিষ্যৎ-এ লবণ সরবরাহ নিয়ে তারা যেন চিন্তিত না হয়ে পড়ে, যা ঠিক এর বিপরীত প্রভাব সৃষ্টি করে এবং এর ফলে বেশ কয়েকটি শহরে লবণ কেনার হিড়িক পড়ার মত এক আতঙ্কের সৃষ্টি হয়, পরে যা এক চলতে থাকা গুজব আকারে ছড়িয়ে পড়ে এবং, এই ঘটনা, বিশেষ করে এর বিচিত্রতার কারণে, ওয়েইবোতে এক সবকিছু ছাপিয়ে চলা এক [চীনা ভাষায়] আলোচনা শুরু হয়, ওয়েইবো এবং এবং বেশিরভাগ অনলাইনে বুধবার রাতভর আলোচনা চলে এবং যখনই দৃশ্যমান হতে থাকে, ওয়েইবোর কর্মচারীরা লবণ সংক্রান্ত গুজবে ভরা টুইট মুছে ফেলা শুরু করে। | 루머가 증폭되며 몇 도시에서 대규모 소금 사재기가 현상이 빚어졌다. 이러한 기이하고도 바보같은 현상이 중국 웨이보(Weibo) 사이트와 다른 주요 사이트에서 수요일 밤 내내 열띈 논쟁의 주제가 되면서 [zh] 급기아 웨이보 직원은 소금 공포에 대한 트윗이 올라오는 대로 삭제를 감행해였다. |
8 | সিনা ওয়েইবোর নিজস্ব ওয়েবসাইট একাউন্টের কাজ ছিল বুধবার মাঝ রাত পর্যন্ত আতঙ্ক ছাড়ানো লবণ সংক্রান্ত গুজব দুর করতে থাকা। | 이러한 행동은 오히려 이 광기에 기름을 붓는 격이었다. |
9 | | 기본적으로 시나 웨이보의 공식 계정은 온라인상 돌아다니는 루머를 잠재워야 하는 의무가 있기에 수요일 자정이 되도록 소금 공포 현상에 대해 아예 언급을 피했다. |
10 | উদ্ধার করা কিছু টুইট এখানে প্রদান করা হল: | (검열을 피해)살아남은 트윗을 보자면: |
11 | ঝেইজিয়াং প্রদেশে হঠাৎ করে, বিকেল থেকে সারা সন্ধ্যা জুড়ে লবণ কিনে মজুত করার মত এক আতঙ্ক তৈরি হয়…কোন একজনকে এই গুজব প্রশমিত করতে হবে। | 오늘 오후부터 저녁에 이르기까지 갑자기 체장(Zhejiang) 전역은 공포에 의해 소금을 사재기하는 사람들로 북적였다. |
12 | শহরের অদ্ভূত সব বাসিন্দারা লবণ কিনতে পাগলের মত দৌড়াচ্ছে, তারা এই ভয়ে ভীত যে আজ থেকে সমুদ্রের লবণ তেজস্ক্রিয়তা ভরে যাবে। | 최대한 빨리 이 루머를 종식시켜야 한다. 소시민들이 미친듯이 소금을 사재기하고 있습니다, 마치 오늘부로 모든 바닷 소금이 방사선을 쪼인 것처럼요. |
13 | আমি আশা করি যে লোকজন আরো যৌক্তিক মনোভাব প্রকাশ করবে এবং তারা এই রকম নির্বোধ আতঙ্কের ফলে বস্তায় বস্তায় লবণ কেনার জন্য ঝাপিয়ে পড়বে না। | 제발 모든 사람들이 이성적으로 생각하고, 아둔한 사재기 행렬에 동참하지 않으면 좋겠습니다. |
14 | আমি রাত্রি ৯. ৩৫ মিনিটে গুয়াংঝুর একটি স্থানীয় ডিপার্টমেন্টাল স্টোরের এই ছবিটি তুলেছি। | (위는) 제가 광저우의 어떤 백화점에서 저녁 9:35에 찍은 것 사진입니다. |
15 | বিচিত্র শহুরের বিচিত্র বাসিন্দারা পাগলের মত লবণ কিনতে দৌড়াচ্ছে, তারা এই ভয়ে ভীত যে আজ থেকে সমুদ্রের লবণ তেজস্ক্রিয়তা ভরে যাবে। | 소시민들이 마치 오늘부로 모든 바닷 소금이 방사선을 쪼인 것처럼 미친듯이 소금을 사재기하고 있습니다. |
16 | আমি আশা করি যে লোকজন আরো যৌক্তিক মনোভাব প্রকাশ করবে এবং তারা এই রকম নির্বোধ আতঙ্কের ফলে বস্তায় বস্তায় লবণ কেনার জন্য ঝাপিয়ে পড়বে না, বিশৃঙ্খলায় সৃষ্টিতে আবদান রাখবেন না। | 모든 사람들에게 고합니다. 제발 이성적으로 생각하고, 아둔한 사재기 행렬에 동참하지 마시고, 공황, 혼란을 조장하지 마십시오. |
17 | রাত ৯ টায় তোলা এই ছবিটি গুয়াংঝুর শিকুন ট্রাস্টমার্টের উপর তোলা, যেখানে কয়েক সেকেন্ডের মধ্যে রান্নার সব লবণের প্যাকেট বিক্রি হয়ে যায়। | (위는) 제가 광저우 시춘 호우다 마트에서 촬영한 사진으로, 몇 초내에 식용 소금이 동난 것을 볼 수 있습니다. |
18 | সাংহাইজেসি: রাত ৯ টার পর আমি কিছু লবণের প্যাকেট কিনতে বের হলাম। | 상하이JC: 저녁 아홉시 소금을 사두려고 집에서 나왔는데, 놀랍게도 아무데도 소금이 없었습니다. |
19 | দেখা গেল যে সকল দোকানের সকল লবণ বিক্রি হয়ে গেছে। | 상하이에는 지금 소금이 동났습니다. |
20 | সাংহাই-এর বাজারে এখন আর কোন লবণ নেই। এই ছবিটি কারেফোরের, যেখানে দশটি ব্রান্ডের সবকটির লবণ ফুরিয়ে গেছে। | 사진은 까르푸에서 찍은 것으로 10개가 넘는 소금 브랜드 제품이 모두 팔려나간 것을 볼 수 있습니다. |
21 | বেদনাদায়ক। | 비참하군요. |
22 | নিনগোবোর লবণ আতঙ্কের দৃশ্য, গোল্লায় যাক সবকিছু। | 닝보지역에서 소금 사재기 현장입니다. |
23 | অনেক বেশি কেনার ফলে সব শেষ হয়ে গেছে। | 이런. |
24 | আমার চাচা শেনঝেন-এর একটি সুপারমার্কেট চালায়, সে আমাকে এই সংবাদটি দেবার জন্য ফোন করে যে, লবণ আতঙ্ক এখন শেনঝেন-এ গিয়ে পৌঁছেছে। | 일이 너무 커졌네요. 선전에 있는 삼촌은 슈퍼마켓을 운영하고 계십니다. |
25 | সেখানে ১০ আরএমবিতে এক প্যাকেট লবণ বিক্রি হচ্ছে। তিনি আমাকে নিশ্চিত হতে বললেন যে আমাদের এই শহরে লবণ যথেষ্ট পরিমাণ পাওয়া যাচ্ছে কিনা। | 삼촌은 전화를 통해 이 지역에서도 소금 사재기가 시작해서 소금 한 포대가 10 런민피(중국 인민폐)에 팔리고 있다고 말 하시고는 우리도 고향에 소금을 사두라고 하셨습니다. |
26 | সেখানকার আত্মীয়রা যখন্ এই সংবাদ শুনলো সাথে সাথে তারা লবণ কিনতে ছুটলো এবং ২০ প্যাকেট লবণ নিয়ে আসল। | 고향에 있는 친지들은 곧장 달려가 20 포대 정도의 소금을 사두었습니다. |
27 | সব জায়গার লোকজন উন্মাদ হয়ে গেছে এবং তারা লবণ কেনার জন্য ছুটে যাচ্ছে। | 모든 사람들이 광분해서 소금을 사재기 하고 있습니다. |
28 | তারা কি বলছে না যে এটা একটা গুজব মাত্র? | 이것 유언비어라고 하지 않았나요? |
29 | কেন সবাই ভাবছে যে লবণে সমস্যা দেখা দিয়েছে? | 어떻게 모든 사람들이 소금이 오염되었다고 굳게 믿고 있는 걸까요. |
30 | এই মাত্র গ্রাম থেকে আমার আত্মীয় আমাকে ফোন করে বলল যে সেখানে প্রতি প্যাকেট লবণ ১৮ আরএমবিতে বিক্রি হচ্ছে, এবং অনেক লোক একবারে দশটি প্যাকেট কিনে বাসায় ফিরে যাচ্ছে। | 방금 전 고향의 친지가 저에게 전화를 걸어서 그 지역 소금이 한 포대에 18 런민비에 팔리고 있지만 사람들이 10박스씩 사서 집으로 가지고 간다고 합니다. |
31 | এখানকার কয়েকটি দোকান লবণ বিক্রি করা বন্ধ করে দিয়েছে। | 심지어 어떤 가계는 아예 소금을 팔지 않는다고 하네요.. |
32 | হে ঈশ্বর… | 이런 일이… |
33 | চীনের আন্তর্জাতিক ত্রাণ এবং উদ্ধার সংস্থা ( ইন্টারন্যাশনাল রিলিফ এন্ড রেসকিউ স্কোয়াড বা সিআইআরআরএস)-এর মাইক্রোব্লগিং একাউন্ট, ওয়েনঝুর মাইক্রোব্লগার থালোরফিল্ড এর লেখা আনুষ্ঠানিক ভাবে পুনরায় টুইট করেছে: | 원주의 마이크로 블로거 thalorfield는 중국 국제 구호 구조 팀(CIRRS) 공식 계정의 이야기를 트윗했다: 해안의 소금이 오염되어서 더 이상 소금을 수확할 수 없다는 루머가 공포를 조장되면서 저장 지방에서도 식용 소금과 각종 향신료 사재기가 속출했습니다. |
34 | আজ ঝেজিয়াং প্রদেশের সব জাযগায় দ্রুত খাবার লবণ এবং অন্য সব মশলা কেনার মত এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৃশ্যত তেজস্ক্রিয়তার কারণে উপকূলে আর লবণ চাষ করা সম্ভব হবে না. | 이성적으로 생각하신다면 우리가 섭취하는 소금이 항저우 만에서 곧장 오는 것이 아니라는 것을 금방 아실수 있을텐데 말이죠!!! |
35 | এই গুজব থেকে এর জন্ম হয়। | 이러한 루머를 막으려면 이 글을 리트윗해주세요! |
36 | যারা ঠাণ্ডা মাথায় চিন্তা করবে, তারা জানবে যে আমরা যে লবণ খাই, তা হাংঝু উপসাগর থেকে সরাসরি আসে না!!! | 제발요! -관리원:일본 방사능이 중국에 도달했다는 뉴스는 어디에도 안 나옵니다. |
37 | এইসব গুজবকে থামানোর জন্য, দয়া করে এটি পুনরায় টুইট করুন। --মাগমানট: আমরা এমন কোন সংবাদ পাইনি যে, তেজস্ক্রিয়তা জাপান থেকে চীনে এসে পৌঁছেছে, সংবাদ বলছে যে, সকল পরীক্ষায় দেখে গেছে যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। | 또한 보도에 따르면 조사 결과 모든 수치가 정상이라고 합니다! |
38 | এছাড়াও সিআইআরআরএস একাউন্ট থেকে এই লেখাটি এসেছে: | 국제 구호 구조팀은 또한: |
39 | জাপানিরা আতঙ্কগ্রস্ত হয়ে পাগলের লবণ কিনছে না, তাহলে আমরা কেন আতঙ্কগ্রস্ত হওয়া শুরু করব? | 일본인들도 소금을 사재기 하지 않는데 왜 우리가 이럽니까? |
40 | নিনগোবো থেকে জাপান অনেক দুরে, কাজে দয়া করে আতঙ্কগ্রস্ত হওয়া বন্ধ করুন। | 닝보지역에서 일본까지 거리가 꽤 멉니다. 이럴 필요 없어요. |
41 | আমাদের লবণ আসে কিঙগহাই নামক এলাকা থেকে, এবং সেখানে লবণের কোন ঘাটতি নেই। | 대부분의 소금은 칭하이에서 공급되며 그 지역 소금 공급량이 부족한 것도 아닙니다. |
42 | দয়া করে এই বিপর্যয় থেকে দ্রুত বের হয়ে আসার কাজে স্বেচ্ছাসেবী হউন। | 이러한 재난이 빨리 사라지게 동참해주세요. |
43 | ধন্যবাদ। | 감사합니다. |
44 | এই ছবিটি সিনা'র অর্থনৈতিক সংবাদ চ্যানেল থেকে এসেছে, যা একটি নেট নাগরিকের উক্তির উদ্ধৃতি প্রদান করেছেন: | 시나 금융 뉴스 채널에 나온 아래 사진에 대해서 한 누리꾼은 이렇게 적었다: |
45 | সকলেই পাগলের মত লবণ কিনছে, এবং ইতোমধ্যে এর দাম দ্বিগুণ হয়ে গেছে, এমনকি যদি এই মূহূর্তে আপনি লবণ কিনতে চাইলেও তা পাবেন না। | “모든 사람들이 소금을 사재기하면서 소금 가격이 이미 두배로 뛰었습니다. 지금은 소금을 구하고 싶어도 못 구하는 형편입니다. |
46 | তার পরিবারের এক বন্ধু দ্রুত এক সুপার মার্কেটে যায় এবং তারা চার বোতল লবণ পায়। | 그녀 친구 가족이 슈퍼를 운영하는데 오직 소금 네 박스밖에 받지 못했다고 합니다. |
47 | সেকেন্ডের মধ্যে তা শেষ হয়ে যায়। | 소금이 순식간에 사라진다고 하네요.” |
48 | এরপর সাংবাদিক আবিষ্কার করে যে হাঙ্গঝুর সকল সুপারমার্কেটের সকল লবণ বিক্রি হয়ে গেছে। | 이렇게 말하고 나서 리포터는 항저우의 모든 주요 상점에서 소금이 동난것을 발견했다. 위 보도는 2011년 일본 지진 특집 글입니다. |