# | ben | kor |
---|
1 | রাশিয়ান পুরুষদের সাথে যৌন সম্পর্ক বর্জনের ডাক ইউক্রেনীয় নারীদের | |
2 | ইউক্রেনিয়ান নারীদের যৌন সম্পর্ক বর্জন। | 러시아 남성에 대한 우크라이나 여성의 섹스보이콧 |
3 | “কোন রুশকে এটি দিও না” প্রচারাভিযানের লোগো এবং স্লোগান। | 우크라이나 여성의 섹스 보이콧, ” 그것을 러시아에게 주지말자” 로고와 슬로건 |
4 | রাশিয়ার ক্রিমিয়া অধিগ্রহণের ফলে রাশিয়ার প্রতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ব্যাপারে এখন আলোচনা চলছে। | 러시아의 크림반도 합병이 지나가며, 국제사회 제제는 단지 유럽정치의 또 다른 평범한 사실이 된 것처럼 보인다. |
5 | তবে বিষয়টি যেন ইউরোপিয়ান রাজনীতির আরেকটি গতানুগতিক ঘটনায় পরিনত হতে যাচ্ছে। | 그러나 그 또한 변할 수 있다. |
6 | তবে যেকোন ভাবেই হোক, এটি পরিবর্তিত হচ্ছে। এ সপ্তাহে ইউক্রেনে একটি সৃজনশীল বর্জন কার্যক্রম শুরু হয়েছে। | 이번주, 러시아 인터넷 사용자의 관심을 끌고 있는 창조적 보이콧이 우크라이나에서 시작되었다. |
7 | এই সৃজনশীল বর্জন কার্যক্রমটি রাশিয়ান ইন্টারনেট ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। | 러시아 남성에 대한 섹스거부인 -“그것을 러시아에게 주지말자”고 하는 새로운 캠페인을 우크라이나 여성들이 조직하고 있다. |
8 | ইউক্রেনিয়ান নারীরা “কোন রুশকে এটি দিও না” শিরোনামে একটি নতুন প্রচারাভিযানের আয়োজন করেছেন। | 그 노력은 우크라이나 전역의 고속도로에 걸친 몇몇 광고판 러시아 소비재에 대한 더 큰 보이콧을 돕고 있다. |
9 | এই প্রচারাভিযানটি হচ্ছে রাশিয়ান পুরুষদের বিরুদ্ধে একটি যৌন নিষেধাজ্ঞা। এই প্রচেষ্টা রাশিয়ান ভোক্তা পণ্যের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনের পরিপূরক হিসেবে কাজ করছে। | 섹스보이콧은 이미 두 손을 모아, 여성의 성기를 나타내는 것 같은 모양을 공식 로고로 하는 자체 티셔츠 라인을 가지고 있다. |
10 | এমনকি এই প্রচারাভিযানের কাজে সারা ইউক্রেন জুড়ে প্রধান প্রধান সড়কে স্থাপিত কয়েকটি বিলবোর্ডও ব্যবহার করা হয়েছে। | 또한 러시아 시인 타라 세브첸코(Taras Shevchenko)의 1838년이 시 카트리나(Kateryna)의 한 구절인 “오.. |
11 | যৌন সম্পর্ক বর্জন প্রচারাভিযানটি ইতোমধ্যে তাঁদের নিজেদের টি-শার্ট তৈরি করেছে। টি-শার্ট গুলোতে তাদের দাপ্তরিক লোগো ব্যবহার করা হয়েছে। | 사랑하는 메디안(Maidans), 사랑에 빠져… 하지만 모스칼리(Moskaly)[러시아인] 와는 아니야”를 따라한 “그것을 러시아에게 주지 말자”는 슬로건도 있다. |
12 | লোগোতে দেখা যাচ্ছে, দুইটি হাত একসাথে জড়িয়ে ধরে একটি উন্মুক্ত যোনিপথের মতো আকৃতি দেয়া হয়েছে (উপরে দেখুন)। | 3월23일 러시아 인터넷 이용자들은 야당인 벨레리야 노보드보스카야(Valeriya Novodvorskaya)가 섹스 보이콧 티셔츠를 입고 있는 사진을 돌리기 시작했다. |
13 | টি-শার্টটিতে একটি স্লোগানও লেখা আছে । স্লোগানটি হচ্ছেঃ “কোন রুশকে এটি দিও না!” | 그녀의 이상한 모양새와 음모론을 알리기로 유명한 노보드보스카야(Novodvorskaya)는 러시아인이다. |
14 | স্লোগানটির নিচে ইউক্রেনিয়ান কবি তারাস শেভচেনকোর লেখা একটি কবিতা “কাতেরিনার” একটি চরণ লেখা রয়েছে। কবিতাটি তিনি ১৮৩৮ সালে লিখেছিলেন। | 하지만 온라인의 많은 사람들은 한 러시아 반대론자가 크렘린에 대한 우크라이나와의 연대로 그 보이콧에 참여할 것이라고 믿을 준비가 되어 있었다. |
15 | চরণটি হচ্ছেঃ “ও সুন্দরী প্রেয়সী, প্রেমে পড়ো, তবে কোন মোসকালির [রুশ পুরুষের] প্রেমে পড়ো না।” | 러시아 국회의원 로버트 쉬레글(Robert Shlegel)은 즉시 다음의 해설로 그 사진을 트윗했다. |
16 | এদিকে গত ২৩ মার্চ তারিখ থেকে রুশ ইন্টারনেট ব্যবহারকারীরা এই যৌন সম্পর্ক বর্জনের টি - শার্ট পড়া বিরোধী দলীয় নেতা ভালেরিয়া নোভোদভোরস্কির একটি আলোকচিত্র প্রচার করতে শুরু করেন। | |
17 | নোভোদভোরস্কি একজন রুশ নাগরিক, যিনি তার অদ্ভুত চেহারা এবং ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের জন্য কুখ্যাত। | 한 장의 사진으로 벨레리야 노보드보스카야(Valeriya Novodvorskaya)는 우크라이나 전체 섹스보이콧을 핵심에서 끝내버렸다. |
18 | কিন্তু অনলাইনে অনেকেই এ ব্যাপারটি বিশ্বাস করতে প্রস্তুত ছিলেন যে একজন রুশ বিরোধী দলের নেতা হয়েও রাশিয়ার ক্রেমলিন দখলের বিরুদ্ধে ইউক্রেনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি এই নিষেধাজ্ঞায় যোগদান করবেন। | |
19 | উদাহরণস্বরূপ, রুশ পার্লামেন্টের সদস্য রবার্ট শেল্গাল নিম্নলিখিত মন্তব্যের সঙ্গে এই ছবিটি টুইট করেছেন: | |
20 | একটি ছবি দিয়েই ভালেরিয়া নোভোদভোরস্কি সম্পূর্ণ ইউক্রেনীয় লিঙ্গের-বয়কট কার্যক্রমকে এর অন্তঃস্থলেই ধ্বংস করেছেন। | |
21 | উল্লেখ, ছবিটি ফটো-শপের মাধ্যমে তৈরি করা হয়েছে। | 이렇게 되자, 사진은 포토샵을 거치게 되었다. |
22 | ছবিটি ২০১৩ সালের জুলাই মাসে রাশিয়ান-ইজরায়েলি সম্পর্কের (পটভূমিতে তাই ইজরায়েলি পতাকা) উপর নোভোদভোরস্কির দেওয়া একটি সাক্ষাৎকারের সময় তোলা। | 그 사진은 2013년 7월에 러시아-이스라엘 관계(그래서 이스라엘기가 배경에 있다)에서 노보드보스카야(Novodvorskaya)의 인터뷰 모습이었다. |
23 | ব্যতিক্রমী সম্পাদনা দক্ষতার কেউ একজন নোভোদভোরস্কির এই বর্জনমূলক টি - শার্ট সংস্করণের ছবিটি তৈরি করেছেন, যেটি অনলাইনে বিদ্রুপ এবং খারাপ জনসংযোগ তৈরি করেছে। | 뛰어난 편집기술을 가진 누군가가 그 보이콧 상황을 조롱사태, 좋지 않은 온라인상의 관계로 이끌어내고자 하여 만들어 낸 것이다. |
24 | স্পষ্টতই, ফটোশপ ব্যবহার করে আপনি যা করতে পারেন। | 여러분이 포토샵으로 분명하게 할 수 있는 것. |
25 | এই মুহূর্তে যৌন সম্পর্ক বর্জন প্রচারাভিযানের ফেসবুক গ্রুপে কেবল মাত্র ১৫৬ জন সদস্য রয়েছেন। | |
26 | তবে প্রচারাভিযানটি রাশিয়ান ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ছে। | 현재, 페이스북그룹에서 단지 156명의 회원을 가진 섹스보이콧을 위해 열려 있다. |
27 | দাপ্তরিক টি-শার্ট (নিচে দেখুন) পরিহিত দুইজন নারীর একটি ছবি রাশিয়ান নেটিজেনরা ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন। | 하지만 그 캠페인은 두 여성이 티셔츠를 입고 있는(아래참조) 한장의 사진을 널리 확산시키는 러시아 인터넷 사용자사이에서 바이러스로 사라졌다. |
28 | প্রত্যাশিতভাবে এই বর্জনের প্রতি প্রতিক্রিয়া জানানো বেশিরভাগ রাশিয়ান নেটিজেনই হচ্ছেন পুরুষ। | 놀랄것도 없이, 그 보이콧에 응답하는 러시아 네티즌 대부분이 그 노력에 대한 성적농담을 깨뜨리기위한 사람들입니다. |
29 | তারা এই প্রচারাভিযানে চিড় ধরাতে এর সম্পর্কে যৌন বৈষম্যবাদী কৌতুক করতে বেশ আগ্রহী হয়ে উঠেছেন। রুশ জাতীয়তাবাদী ওয়েবসাইট স্পুটনিক এবং পোগ্রমের প্রধান সম্পাদক এগর প্রসভিরনিন এই যৌন নিষেধাজ্ঞা সম্পর্কে ফেসবুকে লিখেছেন। | 러시아 민족주의사이트 스푸트닉 엔 포그롬(Sputnik & Pogrom)의 편집장인 에고 프로스비르닌(Egor Prosvirnin)은 섹스거부에 대해 페이스북에 그 참가자들이 매춘부라고 하며 글을 썼다. |
30 | তিনি এই প্রচারাভিযানে অংশগ্রহণকারীদের পতিতা বলে আখ্যায়িত করেছেন। | 라이브저널의 다른 사람들과 곳곳에서 같은 농담들을 만들어 내었다. |
31 | লাইভজার্নাল এবং আরও কয়েকটি ওয়েবসাইটে অন্যান্যরাও একই ধরনের কৌতুক করেছেন। | 섹스보이콧을 위한 포스터 여성들? |
32 | পোস্টারের মেয়েরা যৌন সম্পর্ক বর্জনের আহ্বান করছেন | 사실, 위 사진 속의 두 여성은 뛰어난 전문가들이다. |
33 | তবে উপরে দেওয়া ছবিটির দুইজন নারী পেশায় বেশ প্রসিদ্ধ (এবং তারা “বয়স্ক” ধরনের নারী নন)। | (가장 오래된 직종에서의 전문가가 아니다) 사진 왼쪽은 뉴스 웹사이트인 Delo. |
34 | ছবিতে (বায়ে) আছেন খবরের ওয়েবসাইট ডেলো ডট ইউএ'র প্রধান সম্পাদক ক্যাটেরিনা ভেনঝিক এবং (ডানে) আছেন ব্যবসা বিষয়ক ওয়েব পোর্টাল ইকনমিকা কমিউনিকেশন হাব এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইরিনা রুবিস। | UA의 편집장인 카트리나 벤직(Katerina Venzhik)이고 오른쪽은 포탈 사이트 유크노미카 커뮤니케이션 허브(Ekonomika Communication Hub)의 CEO인 이리나 루비스(Irina Rubis)이다. |
35 | ছবিটি গত ২১ মার্চ, ২০১৪ তারিখে ডেলো ডট ইউএ'র একটি অনুষ্ঠানে তোলা হয়েছে। | |
36 | সে অনুষ্ঠানে ভেনঝিক ওয়েবসাইটের “ইউক্রেনের শীর্ষ ১০০ নারী ব্যবসায়ী” প্রতিযোগীতার চূড়ান্তভাবে বিজয়ীদের নাম ঘোষনা করেন। | 이는 올 3월 21일자 사진으로서 벤직(Venzhik)이 “우크라이나의 최고 100대 여성사업가” 대회에서 최종 후보를 발표한 Delo. |
37 | সে অনুষ্ঠানটিতে রুবিসও উপস্থিত ছিলেন। | UA의 이벤트에서 찍힌 것이다. |
38 | সেখানে তিনি এবং ভেনঝিক ছবি তোলার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। একটি ছবিতে এই দুইজন মহিলা তাদের জামার উপর যৌন সম্পর্ক বর্জন প্রচারাভিযানের টি-শার্টটি পড়ে আছেন। | 벤직(Venzhik)과 함께 사진 몇 장을 위해 루비스(Rubis)가 참가했고, 이 사진을 통해 볼 수 있듯이 두 여성은 그들의 겉옷 위에 섹스보이콧 티셔츠를 입었습니다. |
39 | যৌন সম্পর্ক বর্জনের এই ধারনাটি কমপক্ষে ২,৪২৫ বছর পুরনো। | 섹스 보이콧의 개념은 최소한 2,425년이 넘었다. |
40 | কোন না কোন ভাবে এত বছর আগে গ্রিকরা প্রথম লেসিস্ট্রাটা নামে একটি নাটক মঞ্চস্থ করেছিল। | |
41 | সেই প্রহসনমুলক নাটকটিতে জোর করে পেলোপোনেশিয়ান যুদ্ধের অবসানের জন্য গ্রিক নারীরা তাদের স্বামী এবং প্রেমিকদের সাথে তাদের যৌন সম্পর্ক বর্জন করেছিলেন। | 아주 오래전 그리스인들은 리시스트라타(Lysistrata)-펠레폰네소스 전쟁)에 종지부를 찍기 위해 남편과 연인으로 부터의 성적인 권한을 좌지우지한 그리스 여인에 대한 코메디-를 처음으로 선보였었다. |
42 | এথেন্স ঐ যুদ্ধে পরাজিত হওয়ার সাত বছর আগে নাটকটি লেখা হয়েছিল। | 그 연극은 아테네인이 그 전쟁에서 패배하기 7년 전에 써진 것이다. |
43 | আশা করা যাচ্ছে, ইউক্রেনিয়ানদেরও হয়তোবা এখন থেকে সাত বছর পর অর্থাৎ ২০২১ সালে সেই অনুগ্রাহকের ভাগ্য বরণ করে নিতে হতে পারে। | 지금으로 부터 7년 후인 2021년에 자연스러운 운명이 우크라이나인들을 기다리길 바란다. |