# | ben | kor |
---|
1 | দক্ষিণ কোরিয়া: নেতিবাচক সংবাদ প্রচারের অভিযোগে সংবাদপত্রের বিরুদ্ধে স্যামসং-এর মামলা | 한국: 삼성, 부정적 기사를 낸 신문사를 고소 |
2 | নিজেদের পক্ষে যায়নি এমন সংবাদ ছাপানোর কারণে দক্ষিণ কোরিয়ার বৃহৎ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সামস্যাং স্থানীয় এক তথ্য প্রযুক্তি বিষয়ক সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করেছে। | 한국 테크놀로지 거인 삼성이 호의적이지 않은 기사를 낸 지역 IT신문에 대해 소송을 제기했다. |
3 | কি ভাবে ঘটনাট ঘটল এবং নেতিবাচক সংবাদের বিষয়ে সামস্যাং- যে ভাবে সাড়া প্রদান করেছে তার ফলে উদ্ভুত পরিস্থিতি নিয়ে মামটস হোল ব্লগ একটি প্রবন্ধ লিখেছে। | 마못의 창 블로그(Marmot's Hole blog)는 어떻게 사건이 전개되었는지, 부정적인 언론보도에 대한 삼성의 대응의 반향을 적었다. |
4 | এর কিছুটা উল্লেখযোগ্য অংশ এখানে তুলে ধরা হল; | 주요 부분을 보면; |
5 | আমি সামস্যাং-কে সতর্ক করে দিয়েছিলাম যে গণ সংযোগের ক্ষেত্রে এই ধরনের মামলা প্রায়শ ভালোর চেয়ে ক্ষতি করে[…] যা পরিস্থিতিকে আরো খারাপ করে ফেলে। | 나는 PR의 관점에서 이런 종류의 소송은 좋은 점 보다 종종 더 해로움을 끼친다고 삼성에게 주지시킬 것이다. |
6 | অ্যাপেলের ভেতরকার এক কাহিনীর সাথে কোরিয়ার বৃহৎ বিদ্যুৎ পণ্য সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান-এর তুলনা, যেন অনেকটা কিউপারটিনো ফল কোম্পানির পক্ষে যায় না-এতে ধারণা হয় যে কাহিনী আসলে সত্য। অ্যাপেল, তার বাজারে ছাড়া প্রতিটি আইফোনের মডেলের সাথে অজস্র সংবাদপত্র/ব্লগের ভিত্তিহীন গুজব-এর শিকার হওয়া সত্ত্বেও প্রায় কারো বিরুদ্ধে মামলা করেনি | […] 더 안 좋게 보자면, 애플인사이더(AppleInsider)는 애플과 삼성과 비교하며 애플은 모든 아이폰 모델의 출시를 수반하는 셀 수도 없고 근거도 없는 유언비어와 비호의적 기사에도 불구하고 신문이나 블로그를 고소하지는 않음을 언급했다. |