Sentence alignment for gv-ben-20110131-15245.xml (html) - gv-kor-20110129-959.xml (html)

#benkor
1মিশর: ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া이집트: 인터넷 블랙홀
2এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ이 포스트는 2011 이집트 시위의 특별 보도내용이다.
3গত কয়েকদিন ধরে যেমন মিশরীয়রা প্রতিবাদকারীরা বিক্ষোভকে সংগঠিত এবং তথ্য আদান প্রদানের জন্য সামাজিক প্রচার মাধ্যমের উপাদান সমূহ ব্যবহার করে আসছে, ঠিক তেমনি এসব উপাদানে প্রবেশ করার ক্ষেত্রে তাদের অজস্র বাঁধার সম্মুখীন হতে হয়েছে।지난 며칠 동안, 시위하는 이집트 사람들이 소셜미디어를 통해 시위를 조직하고 광고하면서 소셜미디어에 들어가는 것 자체에도 장애가 생겼다.
4২৫ জানুয়ারি তারিখে টুইটার বন্ধ হয়ে যাবার সংবাদ ছড়িয়ে পড়ে, আর তার পরের দিন ফেসবুক বন্ধ হয়ে যায়।1월 25일에 트위터는 대대적으로 접근 차단되었고, 다음 날에는 페이스북이 차단되었다.
5২৭ জানুয়ারি তারিখে খুবই বিচ্ছিন্ন ভাবে মাঝে মাঝে এই দুটি সাইটে প্রবেশ করা যাচ্ছিল।27일에는 두 사이트에 가끔씩 접속이 가능했다.
6যে দিন বিক্ষোভের পরিকল্পনা করা হয়, সেই ২৮ জানুয়ারি তারিখ শুক্রবারে দুপুর ১. ০০ টার সময় ধীরে ধীরে সংবাদ ছড়িয়ে পড়তে শুরু করে যে, কায়রো এবং আলেকজান্দ্রিয়ায় ইন্টারনেটে প্রবেশ করা যাচ্ছে না।카이로에서 1월 28일(시위가 예정된 날) 오후 1시경, 카이로와 알렉산드리아에 이집트 사람들에게 인터넷 접속 자체가 불가능하다는 보도가 흘러나왔다.
7কয়েক মিনিট পরে @ইমান_সাইদ টুইট করে:몇 분 후, @iman_said는 트윗하였다:
8হ্যাঁ, সিএনএন নিশ্চিত করেছে যে, সমগ্র মিশরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।맞다. 이집트 전체에서 인터넷이 안 된다고 CNN에서 확인해주었다.
9মিশর এখন পুরোপুরি বিচ্ছিন্ন।이집트는 이제 완전 블랙홀이다.
10#জান২৫,#ইজিপ্ট,#শেম। এর কিছুক্ষণ পরে দক্ষিণ আফ্রিকা ভিত্তিক এক মিশরীয় আলা আবদে এল ফাত্তাহ (@আলা) সতর্ক করে দেন:얼마 후, 남아프리카공화국에 있는 이집트 사람인 알라 아브드 엘 파타흐는 (@alaa)경고하였다:
11আগামীকাল আমাদের মোবাইল ফোন সংযোগ একেবারে বন্ধ হয়ে যাবার জন্য প্রস্তুত থাকতে হবে (অন্তত গুরুত্বপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের এলাকাগুলোতে)#জান২৫우리는 내일 휴대폰이 차단될 경우에도 대비해야 한다 (적어도 시위가 크게 일어나는 장소에서라도)
12জ্যাকোব আপেলবাম (@আইওইরোর) একজন আমেরিকান, যিনি মিশরে ইন্টারনেট ফিল্টার বা যাচাই করার ব্যাপারে তৎক্ষনাৎ সংবাদ প্রদান করেন।이집트의 인터넷 정보차단에 대해 보도하던 미국인 제이콥 아펠바음(Jacob Appelbaum) (@ioerror)은 거의 완벽한 차단을 확인하며 이렇게 말하였다.
13তিনি নিশ্চিত করেন যে, মিশরে ইন্টারনেট সংযোগ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন:이집트 거의 대부분이 오프라인이다 - SS7네트워크만 작동하는 것 같다.
14এটা নিশ্চিত যে, সকল মিশরীয় নাগরিক এখন ইন্টারনেট বিচ্ছিন্ন- মনে হচ্ছে কেবল এসএস৭ নামের নেটওয়ার্ক কাজ করছে।가족과 친구가 이집트에 있는 사람들은 트위터를 통해 당혹감과 걱정을 나타내었다.
15#জান২৫,#ইজিপ্ট@alaa 는 이렇게설명하였다:
16যারা, মিশরে তাদের আত্মীয় এবং পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে চাইছে, তারা হতাশ এবং তারা টুইটার সম্পর্কে উদ্বিগ্ন। @আলা ব্যাখ্যা করেন:핸드폰은 아직 이집트에서 작동하여서 나는 아직 사람들과 연락할 수 있다.
17এখনো মিশরে মোবাইল ফোন কাজ করে যাচ্ছে, যার কারণে আমি সবার সাথে যোগাযোগ করতে সক্ষম হচ্ছি।하지만 어떤 곳에서는 작동이 잘 안된다.
18কিন্তু বিশেষ বিশেষ স্থানে এটি বন্ধ করে রাখা হয়েছে।미국에서 보는 시각은 희망적이다.
19এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বেশ উৎসাহজনক; এক্ষেত্রে এক কৌতুহল জনক বৈপরীত্য দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ঊর্ধ্বতন উপদেষ্টা এলেক রস (@এলেকজেরস) আরবী ভাষায় টুইট করেছে:국무부 장관 힐러리 클린턴의 혁신분야 자문관인 알렉 로스 (@alecjross) 아랍어로 이렇게 트윗하였다.
20আমরা মিশরীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের ক্ষেত্রে বিরোধিতা না করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকে।우리는 이집트 정부가 평화적인 시위를 할 수 있도록 하며, 소셜미디어의 도구를 막지 않기를 촉구한다.
21এই ভাবে বন্ধ করে দেওয়া সত্ত্বেও, কয়েকজন মিশরীয় নাগরিক এখনো এই আশায় টুইট করে যাচ্ছে যে, তারা বাইরে পৃথিবীর কাছে মিশরের সংবাদ পৌঁছাতে পারবে।이런 방해에도 불구하고, 아직 인터넷이 되는 소수 이집트인들은 이 뉴스가 세계로 퍼지기를 희망하며 트윗하고 있다.
22এই সব নিষেধাজ্ঞার মাঝে আশার এক আলো আগামী দিনগুলোতেও, গ্লোবাল ভয়েসেস চেষ্টা করে যাবে, ফোন এবং অন্য সব যোগাযোগের মাধ্যমে মিশর সংক্রান্ত সংবাদ প্রদান করে যাবার।이 정전의 빛이 되기 위하여 글로벌 보이스는 앞으로 며칠간 전화와 다른 수단을 통하여 제보하도록 할 것이다.