# | ben | kor |
---|
1 | সিরিয়া: নাগরিক ভিডিও দারা’আ শহরের বিভৎস ঘটনার দৃশ্য তুলে ধরছে | 시리아: 시민 기자들 비디오가 전해온 다라아의 참상 |
2 | এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | 시리아 다라아(Daraa)에서 시위에 대한 무력 진압이 계속되며 사상자에 대한 보도가 물밀듯이 들어왔다. |
3 | যখন দারা'আ নামক এলাকায় বিক্ষোভকারীদের হামলা চালানোর ঘটনা চলছিল এবং সেখান থেকে আরো মৃত্যুর সংবাদ আসছিল, তখন শহরের নাগরিক সাংবাদিকরা (সিটিজেন রিপোটার্স) সে সব দৃশ্য ভিডিওতে ধারণ করে এবং সেগুলোকে ইউটিউবে উঠিয়ে দিচ্ছিল। | |
4 | সম্প্রতি সিরিয়ায় এই সব ভিডিওর উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। | 시민기자들은 비디오로 참상을 찍고 이를 유투브에 올리고 있다. |
5 | এই সব ভিডিও যা ২৩ মার্চ,২০১১ তারিখে উঠিয়ে দেওয়া হয়েছে, সেগুলো সিরিয়ার দক্ষিণের শহর দারা'আর নাগরিকদের উপর চালানো ভয়াবহ হামলার দৃশ্য তুলে ধরছে। | 시리아에서 유투브는 최근에 차단에서 풀려난 유일한 플랫폼이다. |
6 | সতর্কতা:: নিচের ভিডিওগুলির কয়েকটি প্রচণ্ড পীড়াদায়ক ও বিভৎস। এই প্রচণ্ড পীড়াদায়ক ভিডিওটি ইউটিউবে উঠিয়ে দিয়েছেন ব্যবহারকারী শামসএনএন। | 각종 유트부 비디오는 시리아 남쪽 도시 다라아에서 일어난 시리아인들에 대한 무자비한 폭력 진압을 보여준다. |
7 | যখন ধারণা করা হয় যে এক তরুণের শরীরে গুলি লেগেছে, নাগরিকরা একটি অ্যাম্বুলেন্সের জন্য আহ্বান জানাচ্ছিল। | 경고: 아래의 몇 비디오에는 지나치게 생생한(잔인한) 장면이 담겨 있습니다. |
8 | ক্যামেরায় প্রথমে দেখা গেল যে তিনজন ব্যক্তি রাস্তায় পড়ে আছে, কিন্তু এরপর ক্যামেরা সামান্য ঘুরে যায়, আর এতে উন্মোচিত হয় সেই সমস্ত ব্যক্তিদের দৃশ্য, যারা আহত হয়েছে। | 아래 비디오에는 한 청년이 총상을 입은 후, 시민들이 구급차를 부르는 장면이 담겨있다. |
9 | পেছনে আরো গুলির শব্দ শোনা যায়, এর পর অন্য কয়েকজন আহত ব্যক্তিদের ছবি কাছ থেকে তোলার জন্য ক্যামেরা ঘুরতে করতে থাকে। | 아래 비디오는 총성이 들리는 가운데 시민들이 다친 사람을 안전한 곳으로 옮기는 장면이다. |
10 | এই ভিডিওটি ইউটিউবে উঠিয়ে শামসএনএন, এই ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তার জন্য নাগরিকরা আহত হয়ে রাস্তায় পড়ে থাকা মানুষদের তুলে নিয়ে যাচ্ছে, কারণ তখনো গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে: | |
11 | কাঁপতে থাকা এই ভিডিওতে দেখা যাচ্ছে, যখন রাস্তায় প্রতিবাদকারীরা বিক্ষোভ প্রদর্শন করছিল, তখন গুলির শব্দ শোনা যাচ্ছিল। | 아래 좀 심하게 흔들리는 비디오에서는 총성을 들을 수 있다. |
12 | সে সময় একজন মানুষ গর্জন করে উঠেছিল “আল্লাহ মহান”! | 어떤 사람이 “신은 위대하다!” |
13 | সে সময় দৃশ্যত মনে হচ্ছিল, জনতার মাঝে উপর কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে। এই ভিডিওটি ইউটিউবে উঠিয়ে দিয়েছে ইসলামটিভি: | 을 외치자 최루탄이 군중들 틈으로 퍼진다. http://www.youtube.com/watch? |
14 | http://www.youtube.com/watch? v=iJp7lKt1I3I | v=iJp7lKt1I3I |
15 | নীচের ভিডিওটি ২৩ মার্চের অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রার সময় তোলা হয়েছে, এই শোভাযাত্রা ছিল আল ওমারি মসজিদে ভোরের বেলায় চালানো হামলায় শহীদ ছয় ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া যাত্রা। | 아래 비디오는 3월 23에 열렸던 알 오마리(Al Omari)사원 총격 희생자들의 장례식의 장면을 담았다. |
16 | সে সময় জনতা স্লোগান দিচ্ছিল, আল্লাহ ব্যাতিত কোন উপাস্য নাই এবং শহীদেরা স্রষ্টার কাছে রয়েছে। এই ভিডিওটি আপলোড করেছে ইউটিউব ব্যবহারকারী ইসলামটিভি: | 군중들은 “신은 없다 할지라도 이 희생자는 신과 함께 할 것이다”라고 외치고 있다. http://www.youtube.com/watch? |
17 | http://www.youtube.com/watch? | |
18 | v=Xce6iCe7vhE এই ভয়াবহ দৃশ্য সম্বলিত ভিডিওতে , আরো যে সব গণহত্যা চালানো হয়েছে তার দৃশ্য রযেছে। | v=Xce6iCe7vhE&feature=player_embedded#at=34 |
19 | যেমনটা এখানে দেখা যাচ্ছে, রাস্তায় মৃতদেহ পড়ে রয়েছে এবং যারা সেই সব মৃতদেহ সরানোর চেষ্টা করছে তাদের উপর গুলি করা হচ্ছে। | 아래 비디오를 보면 학살의 정도를 짐잘 할 수 있다. |
20 | একদল লোক একটি ভ্যান গাড়ির পেছনে আশ্রয় নিয়ে গুলির হাত থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। এই ভিডিওটি ইউটিউবে উঠিয়ে দিয়েছে শামসএনএন। | 시체들은 거리에 나뒹굴고 있고 이를 수습하려는 사람이 총격을 받는 장면을 볼 수 있다. |