# | ben | kor |
---|
1 | মিশরঃ সিরিয়ার নাগরিকদের দুর্দশার প্রতি সবার মনোযোগ আকর্ষণ করার জন্য মরিয়া হয়ে ওঠা | 이집트: 시리아인들의 수난을 알리는 단식투쟁 |
2 | এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | 이 글은 글로벌 보이스 2011/12시리아 시위 관련 특별 보도 글입니다. |
3 | সিরিয়ার শাসকরা তাদের জনতার প্রতি যে নিষ্ঠুরতা প্রদর্শন করছে সে বিষয়টির প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য প্রবাসী সিরীয় একটিভিস্ট এবং শিল্পীরা প্রায় দুই সপ্তাহ ধরে অনশন ধর্মঘট পালন করে আসছে। | 해외에 거주하고 있는 시리아 활동가와 예술가들은 시리아 정권이 자국민에게 저지르고 있는 잔혹 행위에 이목을 집중시키기 위해 단식 투쟁을 벌였다. 이 투쟁은 이제 2주째에 접어들고 있다. |
4 | সিরিয়ার বিখ্যাত কবি এবং লেখিকা লিনা তিবি সহ ছয় জন নারী কায়রোয় অবস্থিত আরব লীগের সদর দপ্তরের সামনে আজকের দিন [ ১০ সেপ্টেম্বর, ২০১২] সহ এক সপ্তাহ ধরে অবস্থান করে আছেন। | 카이로에서 시리아의 유명한 시인이자 작가인 리나 티비(Lina Tibi)와 그녀를 비롯한 6명의 여성들은 아랍리그 본부 앞에 텐트를 쳤다. |
5 | তারা প্রতিজ্ঞা করেছেন যে যতক্ষণ না তাদের দাবী পুরণ করা হচ্ছে ততক্ষণ তারা তাদের অনশন ধর্মঘটের ইতি টানবেন না। | 오늘 부로[2012년 9월 10일] 이 시위는 일주일째에 접어들었다. 그들은 자신들의 요구가 받아들여질 때까지 단식투쟁을 계속할 것이라고 서약했다. |
6 | গতকাল তিবি টুইট করেছে [আরবী ভাষায়]: | 티비는 어제 트위터를 통해 다음과 같이 밝혔다: |
7 | @লিনাতিবি:সিরীয় নারীরা কায়রো সেন্টারে ছয়দিন ধরে অনশন ধমর্ঘট চালিয়ে যাচ্ছে, আর এদিকে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার তার নির্মমতা এবং অপরাধ উন্মুক্ত করে দিয়েছে, যা এখন আকাশ ছোঁয়ার উপক্রম করছে। | @LinaTibi: 카이로에서 단식투쟁중인 시리아 여성들이 단식투쟁을 한 지 6일째로 접어들고 있습니다. 바샤르가 저지르고 있는 그의 잔임함과 범행들은 하늘을 찌르고 있습니다. |
8 | এপ্রিল ২০১১, এ, দোউমাতে সিরীয় নারীরা বিক্ষোভ প্রদর্শন করছে। | Syrian women protesting in Douma in April, 2011. |
9 | ছবি ফ্লিকারের সিরিয়ানা ২০১১-এর ফটোস্ট্রিম থেকে নেওয়া, (সিসি বাই ২. | Photograph from Syriana2011 photostream on flickr, used under (CC BY 2.0) |
10 | ০) -এর অধীনে ব্যবহার করা হয়েছে। | 그리고 그녀는 페이스북에 다음과 같이 썼다: |
11 | এবং ভদ্রমহিলা তার ফেসবুকের পাতায় লিখেছেন: | 사람들은 우리에게 왜 단식투쟁을 하냐고 묻습니다. |
12 | তারা আমাদের জিজ্ঞেস করছে কেন আমরা অনশন ধর্মঘট পালন করছি, আর আমরা তাদের বললাম যে সিরিয়ায় আমাদের নাগরিকদের সাথে একাত্মাতা প্রকাশ করার জন্য আমরা অনশন ধর্মঘট পালন করছি, যারা এখন খাবার ছাড়া জীবন চালিয়ে যেতে বাধ্য হচ্ছে, কারণ তারা এখন আর জীবন ধারনের জন্য যথেষ্ট অর্থ উপার্জন করতে পারছে না। | 우리는 그들에게 이렇게 대답합니다: 단식투쟁을 하는 이유는 이 상태로는 시리아에서 생계를 이어갈 수 없기 때문이고, 식량없이 살아갈 수 밖에 없는 사람들과의 연대를 이루기 위함입니다. 시리아 전역 많은 시내에는 식량이 부족합니다. |
13 | আপনারা, যারা আমাদের অনশন ধর্মঘটের ইতি টানার জন্য আহ্বান জানাচ্ছেন, আমরা তাদের বলছি, যারা আমাদের দেশের মানুষদের উপর হামলা চালাচ্ছে, আপনারা প্রথমে তাদের এই হামলা চালানো বিষয়টি বন্ধ করতে বলুন। | 게다가 생활비가 엄청나게 올랐습니다. 우리에게 단식투쟁을 그만두라고 하는 사람들에게 우선 우리 국민을 향한 공격을 먼저 멈추라고 요청하는 바입니다. |
14 | যারা অনশন ধর্মঘট পালন করছে তাদের লক্ষ্যের মধ্যে রয়েছে: | 그들의 요구사항 중에 하나는 아래와 같다: |
15 | @মৌ২আমারা: #স্ট্রাইকফরসিরিয়া নামক সিরিয়ার জন্য #কায়রোতে আমাদের অনশন ধর্মঘটের উদ্দেশ্য হচ্ছে #সুয়েজক্যানাল নামক খালের মধ্যে ভেতরে দিয়ে #ইরান ও #রাশিয়ার জাহাজের মাধ্যমে #আসাদ সরকারের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা। | @Mou2amara: 카이로에서 단식투쟁을 하는 자들의 목표 중 하나는 이란으로 통하는 수에즈 운하를 차단하는 것이다. 러시아 선박이 이 통로를 통해 아사드에게 무기를 납품하기 때문이다. |
16 | #মিশর কায়রো প্রতিবাদের একটি অংশ হচ্ছে একদল একটিভিস্টের খাবার গ্রহণ না করা, যার মধ্যে দিয়ে তারা সিরীয় নাগরিকদের দুর্দশার প্রতি সবার মনোযোগ আকর্ষণ করাতে চায়। | 카이로의 시위가들은 시리아의 곤경을 알리기 위해 단식투쟁을 하고 있는 그룹에도 소속되어있다. |
17 | টুইটারে, সিরিয়ার প্রাক্তন এক বাসিন্দা টুইট করেছে : | 트위터를 통해, 전 시리아 주민인 도나텔라(Donatella)는 다음과 같이 의견을 남겼다: |
18 | @ডোনাটেল্লাডিআর: সিরীয় অনেক শিল্পী এবং একটিভিস্ট, যারা #মিশর #লেবানন # তুরস্ক # জার্মানী #স্পেন # জর্ডান #সৌদি আরবে বাস করে, তারা ২৬ আগস্ট থেকে অনশন ধর্মঘট পালন করে যাচ্ছে। | @donatelladr: 8월 26일부터 이집트, 프랑스, 레바논, 터키, 독일, 스페인, 요르단, 사우디 아라비아에 거주하고 있는 많은 시리아 예술가와 활동가들이 단식투쟁을 시작했다. |
19 | এদিকে, লোকাল কোওর্ডিনেশন কমিটি অফ সিরিয়া নামক সংগঠন তাদের ফেসবুকে পাতায় এই অনশন ধর্মঘট সম্বন্ধে একটি বিবৃতি প্রকাশ করেছে: | 반면, 페이스북을 통해 시리아 지역 조정 위원회는 단식투쟁에 대해 아래와 같은 의견을 밝혔다: |
20 | এই বিক্ষোভকারীরা লাখদার ব্রাহিমীর [ সিরিয়ায় জাতিসংঘ এবং আরব লীগের শান্তিদূত] কাছে একটি বার্তা পাঠিয়েছে, যেখানে তারা তাদের দাবীর বিষয়টি উল্লেখ করেছে, যে সমস্ত দাবী সিরিয়ার বিপ্লবী জনগণের, যারা তাদের স্বৈরশাসকের সংঘঠিত অপরাধের শিকার। | 전 세계에 있는 시리아 활동가들이 무제한 단식투쟁을 시작한지 15일이 지났다. 이들은 야만적인 정부의 손아귀에서 매일 학살당하고 있는 대면하고 있는 시리아 국민들에게 관심을 기울여 달라는 취지에서 단식투쟁을 시작했다. |
21 | | 시위자들은 그들의 요구를 라크다르(Lakhdar Brahimi) [:UN과 아랍 리그 시리아 평화특사]에게 전했고, 라크다르 대사는 이들의 요구를 분명히 밝혀주었다. |
22 | | 이들은 시리아에서 자행되고 있는 대규모 학살을 막을 즉각적이고 현실적인 조취를 취할 것을 원하고 있고, 이러한 요구 사항은 시리아 독재정권의 범죄에 고통받고 있다가 이제 봉기한 시민들에게로부터 나온것이다. |
23 | সিরিয়ায় গণহত্যা বন্ধের লক্ষ্যে অতি দ্রুত প্রকৃত ব্যবস্থা গ্রহণ করার এবং শাসকদের যেন সীমিত আকারে নিন্দা জানানো না হয়, তারা এর আহ্বান জানিয়েছে। | 서명서는 단식투쟁을 하고있는 그들에게 중단할 것을 호소하며 다음과 같이 밝혔다: 활동가들은 계속해서 그들의 투쟁을 이어가고 있으며, 그들 중 몇몇의 건강상태가 매우 악화되었다. |
24 | যারা অনশনে অংশ গ্রহণ করেছে এবং এই সব ঘটনা থামানোর আহ্বান জানাচ্ছে, এই বিবৃতিতে এই সমস্ত ব্যক্তির কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে: | 시리아 지역 조정위원회는 자유를 위해 싸우고 있는 이들에게 경의를 표하며 그들의 행동에 감사를 표명한다. [ ….] |
25 | একই সাথে তা আশা প্রকাশ করে যে অনশন ধর্মঘট পালনকারীরা তাদের এই অনশন বন্ধ করবে, কারণ যাদের উদ্দেশ্য এই বার্তা তুলে ধরা সেই সমস্ত ব্যক্তি কাছে তা পৌঁছে গেছে। | 위원회는 또한 이들이 단식투쟁을 중단하길 바란다고 밝혔다. 이미 그들의 메시지가 충분히 전달되었다고 생각하기 때문이다. |
26 | সকল দিক থেকে আমাদের এখানে যথেষ্ট মৃত্যুর ঘটনা ঘটেছে, শাসক এবং তার ভাড়াটে খুনীদের যুদ্ধ যন্ত্রের হাতে। | 우리는 이미 피를 너무 많이 봤다. |
27 | | 그것이 정권의 전쟁 기계가 되어 희생된 사람이든, 용병 시스템 아래에서 죽음을 맞이한 희생양이든… 자유를 찾기 위한 전쟁은 길고 쓰라리며 우리 모두의 노력을 필요로 한다. |
28 | আমাদের রাষ্ট্রের স্বাধীনতা অর্জনের যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলছে এবং তা নির্মম এক যুদ্ধে পরিণত হয়েছে, আর এখন তা অর্জনের জন্য আমাদের সকল প্রচেষ্টার প্রয়োজন এবং আমাদের এই দুর্দশার প্রতি বিশ্বের মনোযোগ আকর্ষণের জন্য আমরা আর নিজেদের আত্মাকে ঝুঁকির মধ্যে ফেলব না, এখন এই বিষয়টি সবার দৃষ্টিতে পরিষ্কার হয়ে গেছে। | 우리의 고난에 이목을 집중 시키기 위해서 더 이상의 영혼을 위험에 빠트려서는 안된다. 이미 우리의 고난은 이제 모두가 똑똑히 볼 수 있을 정도로 분명하기 때문이다. |
29 | এই বিষয়ে টুইটারে আরো প্রতিক্রিয়া জানার জন্য ইংরেজিতে #স্ট্রাইকফরসিরিয়া এবং আরবিতে #مضربات_لاجل_سوريا নামক হ্যাশট্যাগ অনুসরণ করুন। | 트위터에서 더 많은 반응을 보길 원한다면, 다음의 해쉬태그를 따라가시기 바랍니다. #StrikersforSyria 영어 및 아랍어 태그는 #مضربات_لاجل_سوريا 입니다. |
30 | | 이 글은 글로벌 보이스 2011/12시리아 시위관련 특별 보도 글 입니다. |