# | ben | kor |
---|
1 | কুয়েত: উদ্বাস্তু জনগোষ্ঠী প্রতিবাদ অব্যাহত রেখেছে | 쿠웨이트: 국가없는 마을, 지속되는 시위 |
2 | এই পোস্টটি শরণার্থী সংক্রান্ত আমাদের বিশেষ প্রতিবেদনের অংশ। | 이 포스트는 글로벌 보이스 난민 특별 보도 글 입니다. |
3 | ২০১১ সালের ফেব্রুয়ারি মাস থেকে কুয়েতের উদ্বাস্তু জনগোষ্ঠী (বেদুইন) তাদের আইনগত অধিকার ও নাগরিকত্বের দাবীতে প্রতিবাদী হয়ে উঠেছে। | 쿠웨이트의 국가없는 마을 베둔(Bedoon)의 거주자들은 그들의 시민권을 가질 권리와 공문서를 이용할 권리를 위해 지난 2월 13일 부터 시위를 해왔다. |
4 | এই উদ্বাস্তু জনগোষ্ঠীটি দু'দশকেরও বেশি সময় ধরে উপেক্ষিত হয়ে আসছে তাদের স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, চাকরি এবং সবধরনের আইনগত স্বীকৃতি থেকে। | 20년이 지나도록 이 마을의 주민들은 건강보험, 교육, 취업의 기회, 모든 공문서를 획득할 수 있는 권리를 박탈 당해왔다. |
5 | এই জনগোষ্ঠীটি তাদের বিচ্ছিন্ন করে রাখা এলাকাগুলো তাইমা ও সুলাইবিয়াতে নিয়মিতভাবে প্রতিবাদ করে আসছিল, ফলাফলে গণহারে গ্রেফতার করা সত্ত্বেও বাস্তবতা হল যে কুয়েতের আদালত প্রতিবাদকারীদের একে একে অভিযোগ থেকে মুক্তি দিতে লাগল। | 고립된 지역인 타이마(Taimaa)와 술라이비야(Sulaibiya)에서 이 마을 주민들은 정기적으로 시위를 진행하고 있다. 그러나 쿠웨이트 법원이 계속에서 시위자들을 무죄로 석방하고 있음에도 불구하고 매 시위마다 수많은 시위자들이 체포되고 있다. |
6 | এই শুক্রবার, বেদুইন প্রতিবাদকারীরা পুনরায় বিক্ষোভ করেছে তাদের ১২জনকে গ্রেফতারের প্রতিবাদে; যা এই জনগোষ্ঠীকে শনিবার ও রবিবারেও প্রতিবাদের মধ্যে সংযুক্ত রেখেছে। | 이번 금요일, 베둔 주민은 시위를 다시 진행하였으며 결과로 12명이 체포되었다. 이 계기로 시위는 주말까지 지속됐다. |
7 | শুক্রবারের প্রতিবাদ | 금요 시위 |
8 | আরব বিশ্বের অন্যান্য প্রতিবাদকারীদের মত বেদুইনরাও তাদের বিরুদ্ধে যে নিপীড়ন চালানো হয় তা বিশ্বকে জানানোর জন্য টুইটার ব্যবহার করেন। | 아랍 세계의 다른 시위자들 처럼, 베둔 또한 그들에 대한 탄압을 세계에 알리기 위해 트위터를 사용하고있다. |
9 | কয়েকজন কুয়েতি নিরীক্ষক এবং সমাজ ও রাজনীতি সচেতন ব্যক্তিও ঐ প্রতিবাদটিতে ছিলেন, একমাত্র মাধ্যম টুইটার ব্যবহার করে সেখানকার সহিংস পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য। | 몇몇의 쿠웨이트 (인권) 모니터링 기관들과 인권 운동가 그룹은 주민들의 금요 시위에 동참하였으며, 인권폭력을 보도하기 위한 한 수단으로 트위터를 사용하였다. |
10 | শুক্রবার বিকেলে, কুয়েতি মানবাধিকারের নিরীক্ষক মারিয়াম শাহ সেখান থেকে প্রতিবাদ শুরুর পূর্বে তোলা এই ছবিটি পোস্ট করেন যেখানে দেখানো হচ্ছে দাঙ্গা পুলিশের গাড়িগুলো তাইমা এলাকায় পৌঁছচ্ছে। | 금요일 오후, 쿠웨이트 인권 모니터링 기관에서 일하는 마리암 샤(Maryam Shah)는 시위가 시작되기 전, 타이마 지역에 접근하고 있는 경찰차 사진을 시위자들에게 보여줬다. |
11 | “মানব অধিকারের সংবাদ” এর অ্যাকাউন্ট থেকে এই সাধারণ মানের ছবিটি টুইট করা হয় যেখানে বেদুইন সাংবাদিক আবদুল্লাহ মায়াহকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে: | “인권 뉴스” (Human Rights News)는 베둔지역 담당 기자 압둘라 마야(Abdullah Mayah)가 연행되고 있는 이 사진을 트위터에 올렸다: |
12 | কুয়েতি পর্যবেক্ষক হানান প্রতিবাদের স্থান থেকে নিচের আপডেটগুলো টুইট করেছেন: | 쿠웨이트 모니터 하난(Hanan)은 현장에서 트위터를 통해 시위 진행 상황을 알렸다. |
13 | @হানানএসকিউ: তাইমাতে উদ্বাস্তু প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য শব্দ ও গ্যাস বোমা ছোড়া হয়েছে। | @Hananesque: 시위자들을 일소하기 위해, 타이마의 국가없는 시위자들에게 최류탄을 던지고있다. |
14 | @হানানএসকিউ: নিরাপত্তা বাহিনী এলোমেলোভাবে তিনজন লোককে গ্রেফতার করেছে যারা তাইমায় বার্গার কিং এর সামনে দাঁড়িয়েছিলেন। | @Hananesque: 군인들이 갑작스럽게 타이마의 버거킹 앞에 서있던 세 명의 남성을 체포하였다. |
15 | বেদুইন অধিকার দলটিও প্রতিবাদের স্থান থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সরাসরি টুইট করছিল। | 베둔의 권리(Bedoon Rights) 또한 시위 현장에서 부터 트위터를 통해 실시간으로 상황을 보도하였다. |
16 | এখানে অনেকগুলো টুইট তুলে ধরা হয়েছে: | 여기 몇몇의 트윗이 있다: |
17 | @বেদুইনরাইটস: তাইমা পুলিশ ষ্টেশন পুলিশ সদস্যরা যারা প্রতিবাদকারীদের আক্রমণ করেছিল, তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেয়া হচ্ছে না বলছেন আইনজীবী মোহাম্মদ আলতাইবি। | @BedoonRights: 타이마 경찰청은 시위자들을 공격한 경찰들에게 아무런 대응을 하지 않을 것이라고 변호관 모하마드 아로타이비(Mohammed Alotaibi) 는 말한다. |
18 | @বেদুইনরাইটস: আপনি স্পষ্টই দেখছেন যে, কর্তৃপক্ষ ভাড়াটে মিডিয়া কর্মীদের পরিষ্কার আদেশ দিয়েছিল সরকারী বিবৃতি অনুযায়ী বেদুইনদের বিরুদ্ধে আজ কাজ করতে। | @BedoonRights: 권력가들이 미디어를 사수해 오늘의 베둔에 대항하는 허위 보고를 조장하고있는 것이 명백하다. |
19 | বেদুইন সাংবাদিক @আহমেদবিনসালেম এই টিভি পর্দার ছবিটি পোস্ট করেছেন, একজন মহিলার উপর দাঙ্গা পুলিশের জল কামান থেকে অবিরাম পানি বর্ষণ করা হচ্ছে: | 베둔의 언론인 @AhmedBinsalem은 물 폭탄을 받고 있는 한 베둔 여성의 모습이 담긴 TV영상을 캡쳐한 이미지를 게시했다: |
20 | ইউটিউব ব্যবহারকারী আলজাইদিক৮ এই টেলিভিশন প্রতিবেদনটি পোস্ট করেছেন যেখানে দেখাচ্ছে যে একজন কুয়েতি সমাজ ও রাজনৈতিক সচেতন নারী ফাতমা আল-মাতার তাঁর গল্প বলছেন, প্রতিবাদের সময় একজন কম বয়স্ক প্রতিবাদকারীকে লাঠিপেটা করা থেকে একজন দাঙ্গা পুলিশকে বাধা দেওয়ায় কিভাবে ঐ দাঙ্গা পুলিশ তাকে আক্রমণ করেছিল। | 유튜브 사용자 ALZIADIQ8 는 쿠웨이트 여성인권 운동가 파트마 알 마타르(Fatma Al-Mattar)가 한 젊은 베둔 시위자를 폭행하고 있던 경찰관을 말리려는 와중에 그녀 또한 시위진압 경찰에게 공격당한 상황을 설명하는 TV보도를 게시했다: |
21 | প্রতিক্রিয়ায়, বাহরাইনী অতি পরিচিত সমাজ ও রাজনৈতিক সচেতন ব্যক্তি ও গালফ সেন্টার ফর হিউম্যান রাইটস এর প্রধান নাবীল রাজাব টুইট করেছিলেন: | 이 포스트에 대한 반응으로, 바레인의 유명한 인권 운동가이자 인권을 위한 걸프 센터(Gulf Center for Human Rights)의 리더인 나빌 라잡(Nabell Rajab)은 이렇게 트위터에 글을 올렸다[ar]: |
22 | @নাবীলরাজাব: বেদুইন সমাজ ও রাজনৈতিক সচেতন ব্যক্তিদের কুয়েতে গ্রেফতার করা এবং তাদের বাড়িঘর ভেঙ্গে দেওয়া অমানবিক কাজ এগুলো তাদের সমস্যা সমাধান করবে না যেগুলো পুনর্গঠন করা দরকার জটিল করা নয়। | @NABEELRAJAB: 쿠웨이트내의 베둔 인권 운동가 체포와 그들의 집을 부수는 것은 인간답지 못한 행동이며, 이런식으로는 개혁이 필요한 이 위기를 해결할 수 없을것이다. |
23 | গালফ সেন্টার ফর হিউম্যান রাইটস এর সহকারী পরিচালক @খালিদইব্রাহিম১২ তিনিও এর প্রতিক্রিয়ায় টুইট করেছেন: | 인권을 위한 걸프 센터의 대표자 @khalidibrahim12 또한 이 비디오에 대해 트윗했다: |
24 | @খালিদইব্রাহিম১২: কোন জাতীয়তা নেই কোন ভবিষ্যৎ নেই কোন চাকরি নেই নেই কোন মৌলিক অধিকার। | @khalidibrahim12: 국적이 없기에 미래도 직장도 근본적인 권리도 없다. |
25 | এটিই হল কুয়েতে বেদুইনদের প্রকৃত অবস্থা তাই তাদের প্রতিবাদ করার সকল অধিকার রয়েছে। | 이것이 지금 쿠웨이트 내 베둔인들의 상황이기에 그들은 시위를 할 모든 권리를 가지고있다. |
26 | বেদুইন সমাজ ও রাজনৈতিক সচেতন ব্যক্তি আহমেদ আলফাদলি (@আহমেদ_এক্সএভিআই) আহমেদ নাজমের এই ছবিটি টুইট করেছেন, যাকে লাঠিপেটা করা হচ্ছে তিনি বেদুইন প্রতিবাদকারীদের একজন যখন তিনি পুলিশ সদস্যের কাছে গিয়েছিলেন: | 베둔 인권운동가 아메드 알파드리 (@ahmad_xavi) 는 베둔의 억류자 아메드 남(Ahmed Najm)이 자발적으로 경찰들에게 갔을 때, 경찰들에게 폭행을 당하는 모습의 사진을 트위터에 게시했다: |
27 | বেদুইন ব্লগার ৭এমগান ইউটিউবে শুক্রবারের প্রতিবাদের ১৫মিনিটের একটি ভিডিও চিত্র পোস্ট করেছেন: | 베둔의 브이로거 7MGAN 은 금요 시위에서 찍은 15분 정도의 영상을 유튜브에 게시했다: |
28 | শনিবারে, “বেদুইন রাইটস” প্রতিবেদন করেছে, দুজন প্রতিবাদকারীর উপর পুলিশের গাড়ি চালিয়ে দেয়া হয়, তাদের মধ্যে একজন মাত্র ১৬বছরের কিশোর: | 토요일, “베둔의 인권”은 경찰차가 두 명의 시위자를 들이받았으며, 피해자 중 한 명은 16살이었다고 보도했다: |
29 | এটা প্রতিবাদকারীদের জন্য দেখা খুবই মর্মঘাতী যে দাঙ্গা পুলিশের গাড়িগুলো তাদের ধরার চেষ্টা করছে এবং আসলেই দুজন প্রতিবাদকারীকে মাটির সাথে দুমড়ে-মুচড়ে ফেলেছে। | 경찰 기동대가 시위자들을 차로 뒤쫓으며 두 명의 시위자를 쳤다는 사실은 충격적인 일이다. |
30 | ১৬ বছর বয়েসি কিশোর খালেদ ওবায়েদ ফাদেল আল-ইনিজি পুলিশ দ্বারা মাটিতে দুমড়ে-মুচড়ে গিয়েছিল এবং তাকে সাথে সাথে যাহ্রা হাঁসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। | 경찰차에 치인 16살의 칼레드알-에니지 (Khaled Obaid Fadhel Al-Enizi)는 곧 바로 자라(Jahraa)병원으로 후송되었다. |
31 | রাজ্যের নিরাপত্তা পুলিশ বেদুইন কিশোর ও তাঁর ভাইকে এই বলে জেরা করে যে, “কে তোমাদের প্রতিবাদী হতে উদ্বুদ্ধ করেছে? | 보안 경찰은 “누가 당신을 시위로 끌여들었나? 왜 시아(Shia)와 함께 시위를 함께하였나?” |
32 | কেন তোমরা ঐসব শিয়াদের হয়ে প্রতিবাদ করছিলে?”। | 와 같은 질문으로 베둔의 한 십대 청년과 그의 형을 심문하였다. |
33 | রবিবারে, আল-ইনিজিকে ছেড়ে দেয়া হয় যখন তাঁর পরিবার কোন অভিযোগ উত্থাপন না করার সিদ্ধান্ত নেয়। | 일요일 그의 가족이 소장을 제출하지 않기로 결정함에 따라 알-에니지는 석방되었다. |
34 | যেহেতু অন্য প্রতিবাদীটি যার উপর একটি পুলিশের গাড়ি উঠিয়ে দেয়া হয়েছিল, তিনি গ্রেফতার হওয়ার ভয়ে ঘটনাটি বর্ণনা না করেই তৎক্ষণাৎ পালিয়ে যান। | 경찰차에 치였던 또 다른 시위자는 체포당할 것이 두려워, 사고 처리를 하지 않은 채 바로 상황을 벗어났다. 이 포스트는 글로벌 보이스 난민 특별 보도 글 입니다. |