# | ben | kor |
---|
1 | শ্রম দিবসে দক্ষিণ পূর্ব এশিয়ায় গৃহীত পদক্ষেপ সমূহ | 사진: 동남아시아 노동자들, 권리를 찾기 위해 행진하다 |
2 | গ্লোবাল ভয়েসেস ১ মে শ্রম দিবসে ক্যাম্বোডিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এবং সিঙ্গাপুরে বিক্ষোভ সমাবেশ পর্যালোচনা করেছে। | 글로벌보이스는 2013년 5월 1일 캄보디아,필리핀,인도네시아,싱가포르에서 진행된 노동절 시위를 되돌아보고자 한다. |
3 | কর্মী ও অ্যাডভোকেসি গ্রুপের বিভিন্ন দাবীর পুনরাবৃত্তির জন্য এই অঞ্চল জুড়ে সংগঠিত সমাবেশ গুলো শান্তিপূর্ণ ছিল। | 노동자들과 인권단체들의 다양한 요구들을 알리기 위해 조직된 이번 집회는 대체적으로 평화롭게 진행되었다. |
4 | ক্যাম্বোডিয়ায়, ৬০০০ এর অধিক বস্ত্র শ্রমিক ছাত্র, এনজিও, এবং নম পেন শহরের শহুরে দরিদ্র বাসিন্দাদের সাথে যোগ দেয়। ভালো মজুরি ও উন্নত কাজের পরিবেশের দাবিতে স্বাধীনতা পার্ক থেকে জাতীয় সংসদ পর্যন্ত তাঁরা মিছিল করে। | 캄보디아에서는 6000명이 넘는 의류공장 노동자들과 함께 학생들, 비정부단체들, 그리고 프놈펜의 도시 빈민들이 자유공원부터 국회의사당까지 행진하며 최저생활임금 보장과 노동환경 개선을 요구했다. |
5 | পোশাক শিল্পের শ্রমিকরা ফেনম পেন, ক্যাম্বোডিয়ায় মিছিল করছে। | 캄보디아 프놈펜의 의류공장 노동자들. |
6 | ছবিঃ লিকাধো | Licadho의 사진 |
7 | জাতীয় সংসদের কাছে ক্যাম্বোডিয়ান প্রতিবাদ কর্মীরা। | 국회의사당 근처까지 간 캄보디아의 시위대. |
8 | ছবিঃ লিকাদো | Licadho의 사진 |
9 | কমিউনিটি লিগ্যাল শিক্ষা কেন্দ্র দ্বারা আপলোডকৃত এই ভিডিওতে, ক্যাম্বোডিয় শ্রমিকের প্রধান চাহিদা ও পরিস্থিতির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে: | 커뮤니티 법률 교육 센터가 올린 이 비디오에는 캄보디아 노동자들의 현재 상황과 그들의 주요 요구 사항들이 요약되어 있다: |
10 | জাকার্তায় হাজার হাজার শ্রমিকের মিছিল। ছবিঃ ইবনে মারধানি, কপিরাইট @ডেমোটিক্স (5/1/2013) | 인도네시아에서는 수 천명의 노동자들이 노동절을 기념하기 위해 자카르타의 대통령궁 앞까지 행진해갔다. |
11 | ইন্দোনেশিয়ায়, শ্রম দিবস উপলক্ষে হাজার হাজার শ্রমিক জাকার্তার প্রেসিডেন্ট প্রাসাদের সামনে মিছিল করে। | 그들의 요구사항들 중에는 “최저임금 보장, 노동자들을 위한 건강보험과 안전 보장 그리고 아웃소싱 거부”가 있었다. 자카르타에서 수천명의 노동자들이 행진했다. |
12 | তাদের দাবীর মধ্যে ছিল, “ন্যূনতম মজুরী লাভ, স্বাস্থ্য বীমা এবং কর্মীদের জন্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সেই সাথে আউটসোর্সিং প্রত্যাখ্যান করা”। | Ibnu Mardhani의 사진. Copyright @Demotix (5/1/2013) |
13 | শ্রম দিবসে জাকার্তায় শ্রমিকদের মিছিল। | 자카르타의 노동절. 노동자들이 행진하고 있다. |
14 | ছবিঃ ইবনে মারধানি, কপিরাইট @ ডেমোটিক্স (5/1/2013) | Ibnu Mardhani의 사진. Copyright @Demotix (5/1/2013) |
15 | ফিলিপাইনে, শ্রম গ্রুপ কিলুসাং মেয়ো উনো সরকারের শ্রম নীতির ব্যাপারে হতাশঃ | 필리핀에서는 노조 키루상 마요 우노(Kilusang Mayo Uno) 가 정부의 노동 관련 정책들에 실망을 표했다: |
16 | ফিলিপাইনে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের মাধ্যমে ১২৭ তম আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং তার ১১০ তম উদযাপনকে আমরা কর্মীদের বিরোধী এবং পুঁজিবাদী শাসনের স্বপক্ষে প্রেস এর অবস্থানকে তীব্র নিন্দার সঙ্গে চিহ্নিত করেছি। নয়নয় আকুইনো | 127번째 국제 근로자의 날, 그리고 필리핀의 110번째 근로자의 날을 맞아 매우 반(反)노동자적이고 친(親)자본주의적인 노이노이 아키노 정권을 비난하는 전국적 규모의 집회를 가지고자 합니다. |
17 | আকুইনো আবারও গুরুত্বপূর্ণ মজুরি বৃদ্ধি, চুক্তিগত কর্মসংস্থানের আবর্জনা এবং ট্রেড ইউনিয়ন দমনের পদক্ষেপ গ্রহণের জন্য শ্রমিকদের দাবি বাতিল করেছেন। | 아키노 대통령은 또다시 노동자들의 임금 인상, 계약직 폐기, 그리고 노동조합 억압 중지 요구를 거부했습니다. 그러면서도 그는 임금 외에 제공되는 각종 혜택들과 직업 창출을 위한 정부의 노력에 대해 자랑했습니다. |
18 | প্রেসিডেন্ট প্রাসাদের সামনে উচ্চ মজুরির দাবিতে ফিলিপিনোদের মিছিল। | 필리핀 노동자들이 대통령궁 근처에서 임금 인상과 물가 인하를 요구하며 행진하고 있다. |
19 | ছবিটি টিনে সাবিলো'র ফেসবুক থেকে সংগৃহীত। | Tine Sabillo의 페이스북 출처 사진. |
20 | ফিলিপাইনে শ্রম দিবসের মিছিল। | 필리핀의 노동절 집회. |
21 | ছবিটি টিনে সাবিলো'র ফেসবুক থেকে সংগৃহীত। | 사진은 Sabillo의 페이스북 출처. |
22 | ম্যানিলায় শ্রম দিবসের ঘটনাগুলোর উজ্জ্বলতম অংশসমুহ ইযে মিজারেস এর আপলোড করা এই ভিডিওটিতে রয়েছে: | 마닐라의 노동절 행사의 하이라이트 부분은 EJ 미자레스가 올린 이 비디오에 나와있다: |
23 | সিঙ্গাপুরে। ট্রানজিশনইং ডট অরগ এর গিলবারট গহ সিঙ্গাপুরে ঐতিহাসিক শ্রম দিবসের প্রতিবাদ সম্বন্ধে লিখেছেন: | 싱가포르에서는 transitioning.org의 길버트 고가 싱가포르의 역사적인 노동절 맞이 시위에 대해 글을 썼다: |
24 | আমরা উপলব্ধি করতে পেরেছি, সিঙ্গাপুরে আমরাও একটি ইতিহাস তৈরি করছি। এখনও পর্যন্ত কেউ এখানে সব পর্যায়ে শ্রম দিবসের অনুষ্ঠান করতে পারেনি। | 싱가포르에서 지금까지 그 누구도 바닥에서부터 노동절 행사를 조직해낸 적이 없었으므로, 우리는 싱가포르에서 또 다른 역사를 만들고 있기도 하다는 걸 깨달았다. |
25 | আমরা প্রথমবারের মতো এটি করতে পেরে গর্বিত। | 그리고 우리가 처음으로 그런 일을 해냈다는 것이 자랑스럽다! |
26 | এমনকি আমরা এখন থেকে বার্ষিক শ্রম দিবসের প্রতিবাদ কর্মসূচি পালন করব বলে ভাবছি- অন্যান্য অনেক দেশে যেটি কয়েক দশক ধরে পালিত হয়ে আসছে। | 우리는 이제부터 매년 노동절 맞이 시위를 벌일 것도 고려하고 있다-다른 많은 국가들에서 몇 십년동안 해왔듯 말이다. |
27 | শ্রম দিবসে হাজার হাজার সিংগাপুরিরা হং লিম পার্কে জমায়েত হন। | 근로자의 날을 맞아 수천 명의 싱가포르인들이 홍림공원에 모여있다. |
28 | ছবিটি লরেঞ্চ চং এর ফেসবুক থেকে সংগৃহীত। | 사진은 Lawrence Chong의 페이스북 출처. |
29 | সরকারের জনসংখ্যা নীতি কাগজের বিরোধিতা করে সিঙ্গাপুরিরা শ্রম দিবসে তাঁদের ঐতিহাসিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। | 싱가포르인들이 정부의 인구정책 보고서에 그들의 시각을 반영하기 위해 역사적인 노동절 맞이 시위에 참여하고 있다. |
30 | ছবিটি লরেঞ্চ চং এর ফেসবুক থেকে সংগৃহীত। | 사진은 Lawrence Chong의 페이스북 출처 |
31 | ঘটনাটি গত ফেব্রুয়ারি মাসের সমাবেশের একটি পরিণাম প্রতিবাদ, যেখানে হাজার হাজার সিঙ্গাপুরি জনগণ সরকারের জনসংখ্যা নীতি কাগজের বিরোধিতা করতে জড়ো হয়। | 이 행사는 정부의 인구정책 보고서에 반대하는 수천 명의 싱가포르인들이 모였던 2월 시위의 후속 시위이다. |
32 | এই ভিডিওটিতে, সিঙ্গাপুরিরা এই পদক্ষেপ সংগঠিত করা এবং এতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেনঃ | 이 비디오에서 싱가포르인들은 왜 이 행사를 조직했고, 이 행사에 참여했는지를 설명하고 있다. |