# | ben | kor |
---|
1 | মার্কিন ড্রোন হামলায় তালেবান অধিনায়ক মৌলভি নাজির নিহত | 미국 무인 폭격기 공격으로 탈레반 반군 사령관 사망 |
2 | প্রতিবেদন অনুসারে তালেবানদের এক সামরিক নেতা মৌলভি নাজির একটি মার্কিন ড্রোনের হামলায় নিহত হয়েছেন। | 탈레반 반군 지도자인 물라 나지르(Maulvi Nazir)가 미국 드론(:무인폭격기) 공격으로 사망했다고 언론 보도가 전했다. |
3 | এ ঘটনায় পাকিস্তানের নাগরিক ও সামরিক বাহিনীর প্রতিক্রিয়া কী হতে পারে; সামাজিক মিডিয়া সাইট টুইটার ও ব্লগগুলোতে এ নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে। | 파키스탄 시민과 군이 이에 어떻게 대응 할지에 대한 우려가 소셜미디어 사이트인 트위터와 블로그를 통해 표출됐다. |
4 | দি নিউজ ট্রাইব ব্লগ প্রতিবেদন করেছে যে তার গাড়িকে নিশানা করা হয়েছিলঃ | 종족 뉴스 블로그(The News Tribe Blog)는 그의 차가 공격 목표물이었다고 전했다: |
5 | পেশোয়ারঃ বুধবার-বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তানের উত্তর পশ্চিমে আদিবাসী এলাকা উত্তর ওয়াজিরিস্তানে একটি মার্কিন ড্রোন হামলায় নিহত অন্য পাঁচজনের মধ্যে তালেবানদের প্রধান অধিনায়ক মোল্লা নাজির ছিলেন। | 페샤와르(Peshawar): 탈레반의 주요 지휘관 물라 나지르도 수요일 자정 동안 파키스탄의 북서쪽 부족지역에 위치한 북 와지기스탄에 가해진 미국의 드론 공격에 의해 사망한 5명 중에 포함되어 있다. |
6 | আদিল শাহজেব এ বিষয়ে নিশ্চিত করেনঃ | 샤흐제브(Adil Shahzeb)도 이 사실을 확인했다: |
7 | @আদিলশাহজেব (আদিল শাহজেব): “দক্ষিণ ওয়াজিরিস্তানের অ্যাঙ্গর আড্ডায় মৌলভি নাজির নিহত হয়েছেন”। | @adilshahzeb (Adil Shahzeb): 나지르는 남 와지리스탄 앙고르 아다에서 살해되었다. |
8 | “আমরা মসজিদের লাউডস্পীকারে নাজিরের মৃত্যুর ঘোষণা শুনেছি” | 우리는 사원에 있는 큰 스피커를 통해 나지르의 사망과 관련한 발표를 들었다. |
9 | এক্সপ্রেস ট্রিবিউনের সাংবাদিক ও সম্পাদক, ওমর কুরায়শী মত দেনঃ | 익스프레스 트리뷴의 기자 및 에디터인 콰리쉬(Omar Quarishi)는 다음과 같이 의견을 밝혔다: |
10 | @ওমরকুরায়শী (ওমর আর কুরায়শী): ড্রোন হামলায় মৌলভি নাজিরের মৃত্যুর সংবাদে পাকিস্তানিদের মনোভাব অনুমেয়। | @omar_quraishi (Omar R quraishi): 파키스탄인들이 이번 드론 공격으로 나지르를 죽인 것에 대해 엄청 화가 날 것이라는 건 자명하다. |
11 | @ওমরকুরায়শী (ওমর আর কুরায়শী): সালিম শাহজাদের ভাষ্য অনুযায়ী ২০০৬ সালে কান্দাহারে মৌলভি নাজির পাক সেনাবাহিনীর সাথে একটি “শান্তি চুক্তি” করেছিলেন। | @omar_quraishi (Omar R quraishi): 나지르는 2006년 파키스탄 군과 “평화 협정”에 사인했다. 살림에 의하면, 마울비는 칸다하르에 자산을 보유하고 있다. |
12 | ওমর ওয়ারাইচ, অপর এক পাকিস্তানি সাংবাদিক টুইটবার্তা করেনঃ | 파키스탄의 또 다른 유명 기자인 와라이치는 다음과 같이 트윗했다: |
13 | @ওমরওয়ারাইচ (ওমর ওয়ারাইচ): মোল্লা নাজির ড্রোন হামলায় নিহত হয়েছেন। | @OmarWaraich (Omar Waraich): 와우. 물라 나지르가 드론공격으로 사망했다. |
14 | এটি পাকিস্তানি সেনাবাহিনীর জন্য একটা ধাক্কা। | 파키스탄 군은 이 행위로 열 좀 받을 것이다. |
15 | আরেকটি টুইটবার্তায় তিনি পাকিস্তানি সেনাবাহিনীর সম্পর্কের কথা উল্লেখ করে বলেনঃ | 파키스탄 군의 동맹과 관련한 그의 또 다른 트윗을 보면 다음과 같다: |
16 | @ওমরওয়ারাইচ (ওমর ওয়ারাইচ):মোল্লা নাজির অনেকদিন পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সদ্ভাব বজায় রেখেছেন। | @OmarWaraich (Omar Waraich):물라 나지르는 파키스탄 군과 화목한 관계를 오래 유지했었다. |
17 | উজবেক সেনাবাহিনীতে নেয়ার জন্য তাকে এফসি কাস্টেডি থেকে মুক্তি দেয়া হয়েছিল। | 그는 우즈베키스탄 공격그룹을 맡기 위해 FC 구금상태에서 석방되었다. |
18 | আলি মুস্তফা টুইটবার্তা করেনঃ | 알리는 다음과 같이 트윗했다: |
19 | @আলি_মুস্তফা (আলি মুস্তফা): মৌলভি নাজিরের মৃত্যুর ফলাফল পাকিস্তানি সামরিক বাহিনী আর মার্কিনিদের মধ্যে সমঝোতা তৈরি করতে পারে - হতে পারে… http://lnkd.in/fiVxz7 | @Ali_Mustafa (Ali Mustafa):마울비의 죽음은 파키스탄 군과 미국과의 관계를 이해하는 데 결과물이 될 수 있다. |
20 | অপরদিকে আসাদ মুনির মত দেনঃ | 다음을 참조.. http://lnkd.in/fiVxz7 |
21 | @আসাদমুনির৩৮ (আসাদ মুনির): মৌলভি নাজিরের মৃত্যুর প্রতিক্রিয়া হিসেবে তার অনুসারীরা দক্ষিণ ওয়াজিরিস্তানের আহমেদজাই ওয়াজির এলাকার সামরিক বাহিনী/দলের উপর আক্রমণ করতে পারে। | 반면, 아사드는 다음과 같은 의견을 밝혔다: @asadmunir38 (Asad Munir): 마울비의 사망과 관련한 반응으로써, 그의 추종자들이 남 와지리스탄에 위치한 아흐메드자이에 있는 군대 구역이나 군을 공격할 가능성이 커졌다. |
22 | যাহোক, নিউজ পাকিস্তান তাদের ব্লগে প্রতিবেদন দিয়েছেঃ | 그러나, 뉴스 파키스탄(News Pakistan)은 자신의 블로그에 다음과 같이 보도했다: |
23 | তালেবানরা এ ঘটনা প্রত্যাখ্যান বা স্বীকার কোনটাই করে নি। | 탈레반은 이 보도에 대해 아무런 반응도 내 놓지 않았다. |