# | ben | kor |
---|
1 | ইন্দোনেশিয়া: ৪৮ ঘন্টার ভিতর ভূমিকম্প, সুনামি আর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত | 인도네시아: 48시간 동안의 지진, 쓰나미 그리고 화산 폭발 |
2 | জোগজাকুর লাভা উদগিরণ এর ফেসবুক পাতা থেকে ছবি নেয়া | Jogjaku의 페이스북 페이지에 실린 화산 폭발의 여파 사진 |
3 | ফেসবুকে এরই মধ্যে এই ত্রয়ী আঘাতের ফলে ক্ষতির ছবি আপলোড করা হয়েছে। | 인도네시아는 환태평양 화산대에 위치한 지리적 특성으로 인해 태풍, 지진과 화산 폭발이 잦다. |
4 | মেরাপি পাহাড়ের অগ্ন্যুৎপাতের ছবি দেখার জন্য এখানে ক্লিক করুন, বিশ্বের সব থেকে জীবন্ত আর ভয়ংকর আগ্নেয়গিরিগুলোর অন্যতম। | 자연 재해가 인도네시아에서는 그리 생소한 것이 아니지만 이번 주, 지진, 쓰나미 그리고 화산 폭발이 48시간도 안되어 이 섬들을 부수어 놓았을 때, 인도네시아는 이에 전혀 대비하지 못한 상태였다. |
5 | ওদিকে মেন্তাওয়াই দ্বীপ সুনামির কবলে পরে আর এখানে তার ছবি। মেন্তাওয়াই এর মানচিত্র এখানে দেখা যাবে। | 현재 사상자만 500 명을 넘는 것으로 예상되며 몇 천 가구에 당장 구호 물자들이 필요한 상황이다. |
6 | জাকার্তা থেকে টুইটার প্রতিক্রিয়ার কয়েকটি: | 재앙의 3연속으로 인한 여파를 보여주는 사진들은 벌써 페이스북에 올라왔다. |
7 | মেলিডজি: অনেক প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ইন্দোনেশিয়াকে আঘাত করেছে, সত্যিই দু:খজনক…দাবানল, ভূমিধ্বস, ভূমিকম্প, বন্যা, সুনামি। | 여기 를 클릭하면 가장 활동적이고 위험한 화산들 중 하나인 메라피 산의 폭발 사진들을 볼 수 있다. 한편 멘타와이 섬은 쓰나미에 휩쓸렸으며 이 곳에서 관련 사진들을 볼 수 있다. |
8 | #ইন্দোনেশিয়ার জন্য আমরা প্রার্থনা করি। | 멘타와이 섬의 지도 는 이 곳에서 볼 수 있다. |
9 | ভেরানোতারিজা০৯: রিটুইট@ডেভিনোলিভার: ভূমিকম্প, বড় ধরনের সুনামি, বন্যা আর একটা অগ্ন্যুৎপাত সব গত ৪৮ ঘন্টায় ঘটেছে। | 자카르타에서의 트위터 반응들: mellydjie: 너무나 많은 자연 재해들이 인도네시아를 덮쳐서 너무나 슬프네요…산불, 산사태, 지진, 홍수, 쓰나미까지. |
10 | দয়া করে ইন্দোনেশিয়ার জন্য প্রার্থনা করুন। | 모두 인도네시아를 위해 기도해주세요. veranotariza09: RT @devinoliver: 지진에, 메이저급 쓰나미에 홍수 거기에다 화산 폭발까지 모두 지난 48시간만에 일어났습니다. |
11 | মারশাওয়েনুর: @রয়টা_এসডাব্লু ইয়ে, যে স্থানে সুনামি ঘটেছে তা অনেকটাই বিচ্ছিন্ন, এটি ছোট্ট একটা দ্বীপ। | 제발 #인도네시아를위해기도해주세요 marshawenur: @Ryota_sw 응, 쓰나미가 일어난 곳은 고립된 곳이야. 좀 작은 섬들이지. |
12 | তাই উদ্ধারকর্মীদের পক্ষে ওখানে পৌঁছানো কিছুটা কঠিন। | 그래서 구호팀이 거기 가는 것도 어려워. |
13 | এটি দু:খজনক। | 참 슬픈 일이지. |
14 | নিনরেক্স: রিটুইট@রাধিয়ালিয়ানি: মেরাপির অগ্ন্যুৎপাত, মেন্তাওয়াই আর আচে তে সুনামি, জোগজা আর তাসিকে ভূমিকম্প, সব এক তারিখে ঘটেছে: ২৬ তারিখে উনিলিমাওয়ান: #ইন্দোনেশিয়ার জন্য প্রার্থনা বজায় রাখুন, ভূমিকম্প, সুনামি, অগ্ন্যুৎপাত, বন্যা ইত্যাদি যা ঘটেছে তা পুনর্নির্মাণের প্রয়োজন। | NinRex: RT @radhialyani: 메라피 산의 폭발, 멘타와이 섬과 아체 지역의 쓰나미, 족자 지역과 다식 지역의 지진 이 모든게 26일 하루에 일어났어요. winnielimawan: 계속 #인도네시아를위해기도해주세요, 우린 지금 일어난 사건들에서 회복해나가야해요: 지진, 쓰나미, 화산 폭발에 홍수까지. |
15 | ইশ্বর আমাদের দেশকে উদ্ধার করুন। মাইবনাই: ওয়াসিওর, মেন্তাওয়াই আর মাউন্ট মেরাপি (ইন্দোনেশিয়া) তে আমাদের আক্রান্ত বন্ধুদের সমর্থনে একত্র হই। | 신이시여, 우리 나라를 다시 일으켜주세요. myBny: 우리 모두 하나로 뭉쳐 피해를 입은 와시오르 지역, 멘타와이 지역과 메라피 산 (인도네시아)에 있는 우리의 친구들을 돕도록 합시다. |
16 | গুপ্তা১৯৭৮: এমন সময়ে আমার উপলব্ধি হয়, মেন্তাওয়াই আর মেরাপির আমার ভাই বোন আপনাদের তুলনায় আমাদের এখানে ভূমিকম্পন কিছুই না। | Gupta1978: 이런 상황에서야 전 제 고생은 멘타와이 지방과 메라피 사람들의 고통에 비하면 아무것도 아니라는 걸 깨달았어요. 신이 그들을 축복해주기를! tatterscoops: 좋은 아침! |
17 | ইশ্বর আপনাদের বাঁচিয়ে রাখুন! | 자카르타에는 오늘도 구름이 끼어있네요. |
18 | ট্যাটারস্কুপ্স: সুপ্রভাত! | 멘타와이 섬과 메라피 산에 있는 피해자들에 대한 생각이 듭니다. |
19 | জাকার্তায় আজ আর একটি মেঘলা দিন। | 그리고 파푸아의 와시오르도 잊지 말아야 해요. |
20 | মেন্তাওয়াই, মাউন্ট মেরাপির প্রতি আমার চিন্তা রইল আর পাপুয়ার ওয়াসিওর এর মানুষদের আমরা যেন না ভুলে যাই ফাধিলাআগাস্টিনা: মেন্তাওয়াই আর মধ্য জাভার শিকারদের জন্য কেবল প্রার্থনা করা সাহায্য করছে না, বেঁচে থাকার জন্য তাদের আরো খাদ্য, কাপড় আর ঔষধ দরকার… | FadhilaAgustina: 멘타와이 지방의 고통받는 사람들을 위해 기도하는 것 외에는 할 수 있는게 없는데 자바는 돕지 않고 있네요. 그들은 생존을 위해 음식과 옷과 약이 더 필요해요… |
21 | সম্প্রতি সুনামির ধ্বংসলীলা আর এই মাসের প্রথম দিকে পশ্চিম পাপুয়াতে যে হঠাৎ বন্যা হয়েছিল তা সবাইকে কয়েক বছর আগের আচের সুনামির ধ্বংসের কথা মনে করিয়ে দিয়েছে। | 최근의 쓰나미 재앙은 모두에게 몇 년 전 아체 지역에서 일어난 재앙과 이번 달 초 서파푸아를 덮친 갑작스러운 홍수 를 다시 한 번 떠올리게 해주었다. |
22 | ছবি জোগযাকুর ফেসবুক পাতা থেকে | Jogjaku의 페이스북 페이지에 실린 사진 |
23 | জাস্টিনবিবার: এখুনি ইন্দোনেশিয়ার ভূমিকম্পের কথা জানতে পেরেছি। | 가수 저스틴 비버가 쓴 응원 메세지는 몇몇 네티즌에 의해 정부의 “뒤늦은 대응”을 부각하고 있다. |
24 | সবাই দয়া করে ওখানের মানুষের জন্য প্রার্থনা করুন #প্রে ফর ইন্দোনেশিয়া | justinbieber: 방금 인도네시아에서 일어난 지진에 대해 알게 되었어요. 모두 그 곳의 사람들을 위해 기도해주세요. |
25 | মার্টিনমানুরুং: রিটুইট@হান্সদাভিদিয়ান: প্রিয় জনাব প্রেসিডেন্ট, @জাস্টিনবিবার আপনাকে হারিয়ে দিয়েছে আপনার দেশের মানুষের ব্যাপারে চিন্তা প্রকাশে। | #인도네시아를위해기도해주세요 (#prayforindonesia) martinmanurung: RT @hansdavidian: 대통령 각하, @저스틴 비버가 당신을 이겼네요. 당신의 고통받는 국민들을 위해 당신도 걱정하고 있다는 걸 좀 알려주세요. |
26 | আপনি আপনার জাতির জন্য একটা লজ্জা। | 대통령님, 당신은 우리 나라를 망신시키고 있어요. |
27 | #প্রে ফর ইন্দোনেশিয়া টুইটার হ্যাশট্যাগ অনেক দিনের জন্য বিশ্বের সবচেয়ে আলোচ্য বিষয় হিসাবে ছিল। | 트위터 해쉬태그 (타 블로그의 태그와 같은 트위터 기능; 역자 주)인 #인도네시아를위해기도해주세요 (#prayforindonesia) 는 며칠 동안 글로벌 트렌드가 되었다. |
28 | এখানে মালয়েশিয়া, সিঙ্গাপুর আর ম্যানিলার টুইটারের কিছু উদাহরণ দেয়া হলো। | 말레이시아, 싱가포르, 그리고 마닐라에서 날아온 예시 트위터 메세지들: |
29 | #prayforindonesia global conversation on trendsmap | 트렌드맵의 #인도네시아를위해기도해주세요 에 관한 글로벌 토크 이미지 |
30 | * ইন্দোনেশিয়ার রেড ক্রস: বিসিএ অ্যাকাউন্ট নং: ০৩৫৩১১২২৩৩: আকাউন্ট নাম; পালাং মেরাহ ইন্দোনেশিয়া * লাজিজ মুহাম্মাদিয়া: বিসিএ নং ৮৭৮০১৭১১৭১; মান্দিরি নং ১২৩০০৯৯০০৮৯৯৯; বিএনআই শরিয়া নং ০০৯১৫৩৯৪৪৪ * ব্লগার সমাজ: জিনিষ পৌঁছাচ্ছেন ইস্মিরা লুতফিয়া আর নুরফিকা ওসমান, জালান লাংসুত১ নং ১৬, মায়েস্টিক, দক্ষিণ জাকার্তা | 현재 구호 활동은 여러 단체들과 블로거 커뮤니티에 의해 조직되고 있다. • 인도네시아 적십자: BCA (인도네시아 은행) 계좌번호 0353112233; 계좌이름: 팔랑 메라 인도네시아 (Palang Merah Indonesia) • 라지스 무하마디야: BCA 계좌번호: 8780171171;만디리 계좌번호: 1230099008999; BNI 샤리아 계좌번호: 0091539444 • 블로거 커뮤니티: 구호 물자들을 Jl 랑사트 16번지, 마예스틱, 남 자카르타 이스미라 루트피아 & 누르피카 오스만 앞 으로 보내주세요. |
31 | ক্যাফে সালেম্বা বিভিন্ন সংস্থা আর ব্যক্তির দুর্যোগে সাড়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন | 카페 살렘바 는 재앙에 대한 여러 기관과 사람들의 반응에 대해 이렇게 말한다: |
32 | মেন্তাওয়াই সুমাত্রার সুনামিতে ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সমবেদনা আর এই সপ্তাহে মধ্য জাভার মাউন্ট মেরাপির অগ্ন্যুৎপাতের প্রতিও। | 이번 주 수마트라 섬 멘타와이의 쓰나미 피해자들, 중앙 자바 지역 메라피 화산 폭발로 인한 피해자들에 대해 애도를 표합니다. |
33 | হায়, একই জিনিষের পুনরাবৃত্তি ঘটে: সরকার কর্তৃক ধীর গতির সাড়া আর ঢিমে তালের সমন্বয়, বোকা মন্ত্রী মানুষকে দোষ দিচ্ছেন ঈশ্বরের আইন না মেনে চলার জন্য, মিডিয়ার ভুল, অসংবেদনশীল নেটিজেন কর্তৃক ভুক্তভোগীদের বীভৎস ছবি প্রকাশ করেছে। | 아아, 안타깝게도 또 똑같은 일이 반복되고 말았습니다: 정부의 늦장 대응과 처리, 신을 따르지 않은 피해자들을 나무라는 바보같은 장관, 미디어의 대실수들, 소셜 커뮤니티에 피해자들의 사진을 올리는 무신경한 네티즌들, 그리고 그 외 많은 것들이 말이죠. |