# | ben | kor |
---|
1 | জর্ডান: হাজারও সিরীয়র আশ্রয় প্রার্থনা | 요르단: 피난처를 구하는 수천명의 시리아인들 |
2 | এ পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সিরিয়া প্রতিবাদ ২০১১/১২- এর অংশ | 시리아 시위 2011/12의 특집 보도 글입니다. |
3 | সিরিয়ার পরিস্থিতির কারনে হাজার হাজার সিরীয় দেশ থেকে পালাচ্ছেন, এদের অনেকেই প্রতিবেশী দেশ জর্ডানে গিয়েছে। | 현재 시리아의 상황으로 인해 수 만명의 시리안인들이 나라를 떠나 이웃나라인 요르단으로 가고 있다. |
4 | জর্ডানিয় সরকারের একটি সূত্র জানায় যে কর্মকর্তারা সম্ভাব্য দশ লক্ষ সিরীয়র আগমনের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। | 요르단 정부의 자료에 의하면 공무원들은 최대 백만정도의 시리아 난민을 맞이할 준비를 했다고 한다. |
5 | সরকার জর্ডানের উত্তরাংশে জাতিসংঘকে ২২ টি শরণার্থী শিবির স্থাপনের অনুমতি দিয়েছে। | 정부는 유엔이 요르단 북쪽에 22개의 난민 수용소를 설치하도록 허락했다. |
6 | দাতব্য সংগঠন ও ব্যক্তিগত সহায়তায় এখন পর্যন্ত হাজারও সিরীয় জর্ডানের শহর ও মফস্বলগুলোতে আশ্রয় গ্রহণ করেছে। | 지금까지 수천명의 시리아인들이 기부단체와 개인의 도움을 통해 요르단 도시와 마을 등에 피난처를 구하고 있다. |
7 | সাংবাদিকতার শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ম্যাট কাফম্যান ও মেলিসা তাবিক জর্ডানে সিরীয় শরণার্থীদের দুর্দশার বিষয়ে লিখেনঃ | 미국 언론 전공 학생인 맷 커프맨 (Matt Kauffman) 멜리사 타빅(Melissa Tabeek)은 요르단에 있는 시리안 난민들의 고충에 대해 적었다. |
8 | গতবছরের মার্চ থেকে জর্ডানে আশ্রয় গ্রহণকারী সিরীয়দের সংখ্যা অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। | 작년 3월달부터 요르단에서의 시리아 피난민 수가 급격히 증가했다. |
9 | ক্ষীণ ধারায় শুরু হয়ে এখন বন্যার রূপ লাভ করেছে; গত দুই মাসে উদ্বাস্তুদের জন্য জাতিসংঘ হাই কমিশন বা ইউএনএইচসিআর- এ নিবন্ধনকৃত “পার্সন অব কন্সার্ন” এর সংখ্যা এক লাফে ১৩,৯৩৩ থেকে ২৪,০০০ এ উন্নীত হয়েছে- এ বৃদ্ধির হার ৭০ শতাংশ। | 마치 빗방울이 급속히 불어 홍수가 나듯. 유엔 난민기구가 “우려가 되는 대상”으로 분류된 사람이 13,933명에서 24,000명으로, 지난 두 달간 70%가량 늘었다. |
10 | বিশেষজ্ঞদের মতে প্রকৃত সংখ্যা হবে ১২০,০০০। | 하지만 전문가들은 실제 수는 거의 12만명쯤될 것으로 예측하고 있다. |
11 | আরব বিশ্বের শরণার্থীদের জন্য জর্ডান নিরাপদ বেহেস্ত বলে বিবেচিত বিধায় - অনেকের ধারণা ৬০ লক্ষ ৫০ হাজার জর্ডানিয় অধ্যুষিত জর্ডানে ২০ লক্ষ ফিলিস্তিনী, ইরাকী ও লিবীয় শরণার্থী রয়েছে- সিরীয়দের পরিস্থিতি বিশেষ গুরুত্বপূর্ণ। | 아무리 요르단이 아랍세상에서 안전한 피난민 국가로 알려져 있다 해도 시리아인들과의 상황은 좀 더 특별한 구석이 있다. 참고로 요르단에는 6백50만명의 요르단인과 2백 만명의 팔레스타인, 이라크, 그리고 리비아의 난민들이 함께 살고 있다. |
12 | উত্তরের এ অন্তপ্রবাহ উভয়সঙ্কট সৃষ্টি করেছে। | 특히 복쪽에서의 인구 유입은 딜레마다. |
13 | জর্ডান সরকার আনুষ্ঠানিকভাবে তাঁদের শরণার্থী হিসেবে ঘোষণা না দিয়ে বরঞ্চ তাঁদের দেশের “অতিথি” হিসেবে পরিচয় দিয়েছে। | 아직까지도 요르단 정부는 그들을 “난민”이라고 인정하지 않고, 나라의 “손님”이라고 생각한다. |
14 | অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র তুরস্ক সিরীয় শরণার্থীদের প্রথাগত তাঁবুর শিবিরে আশ্রয় দিয়েছে- রাজ্যের শহর ও গ্রামগুলোতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শরণার্থীরা জর্ডানে নিরাপত্তা পেয়েছে, সীমিত সম্পদ ও বিদেশী অনুদানের উপর নির্ভর করা দেশটিতে শরনাথীরা ছড়িয়ে পড়েছে। | 지정된 난민 텐트에 은신하고 있는 이웃나라 터키의 난민과는 달리 요르단에 있는 시리아인들은 왕국 널리 여러 도시와 마을 등에 퍼져 있어 바깥의 도움에 의존하는 요르단의 이미 제한적인 자원을 고갈시키는데 한몫한다. |
15 | নিরাপত্তার মানে সবসময় শালীনতা নয়; কখনো কখনো সিরীয় পরিবারগুলো দশের অধিক সংখ্যায় হয় এ পরিবারগুলোকে জনবহুল এপার্টমেন্ট গুলোতে গাদাগাদি করে বাস করতে হয়। | 게다가 안전하다고 해서 삶의 질이 꼭 좋은 것은 아니다. 가족 구성원이 10명이 넘는 대가족의 시리안인들은 비좁은 아파트의 작은 방에 갇혀있듯이 살곤 한다. |
16 | ফাওয়াজ বিলবেইসি বলেন: | 파와즈 빌베이시 (Fawaz Bilbeisi)은 이렇게 언급했다: |
17 | @এফবিলবেইসি: # জর্ডানের বাদশাহ # সিরিয়ার সাথে সীমান্ত নিরাপত্তা কঠোর করার ঘোষণা দিয়েছেন কিন্তু সহিংসতার কারনে সিরীয় শরণার্থীরা এখনও প্রবেশের অনুমতি পাবে | @fbilbeisi: #요르단 왕은 #시리아와 근접하는 국경에 안보를 더 신경쓰고 유입을 엄격하게 통제할 것이라 했지만 폭력을 피하려는 시리아 난민들은 어쨋든 들여 보내 줄 것이다. |
18 | জাতিসংঘ শরণার্থী এজেন্সি ধন্যবাদ জ্ঞাপন করেছে: | 유엔 난민 기구는 감사의 말을 전했다: |
19 | @রিফিউজিস: এ সময়ে আমরা সত্যিই কৃতজ্ঞ যে # জর্ডান, লেবানন, তুরস্ক সীমান্ত খুলে দিয়েছে এবং #শরণার্থীরা সেখানে স্বাগত। | @Refugees: 우리는 #요르단, 레바논, 그리고 터키가 이런 시기에도 난민들을 환영해주고 국경을 열어준 것에 감사를 표합니다. |
20 | # সিরিয়া | #시리아. |
21 | সিরীয় মহিলা সংস্থা, আম্মান। | 시리아 여성 협회, 암만. |
22 | ছবি- এসকেউমের অনুমতি নিয়ে | 사진: 에스큐미 (EskewMe), 사진 사용이 허용 되었음. . |
23 | ব্লগার এসকেউমে আম্মানে অবস্থিত সিরীয় মহিলা সংস্থা পরিদর্শন করেছেন: | 블로거 에스큐미(EskewMe)가 시리아 여성 협회에 방문하였다. |
24 | জর্ডানের আম্মানে অবস্থিত সিরীয় মহিলা সংস্থার পরিচালক উম এইসাম বলেন সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত তাঁরা প্রায় ৪,০০০ শরণার্থীর নিবন্ধন করেছেন, শরণার্থীদের খাবার, বাসস্থান, পানি ও স্বাস্থ্য চিকিৎসা দিতে তাঁদের হিমসিম খেতে হচ্ছে। | 움 에이삼은 아맘, 요르단에 있는 시리아 여성협회의 이사다. 그는 그의 단체가 시리아에서 전쟁이 일어난 후 4천명정도의 피난민들을 정식 난민으로 받아주고 그들에게 음식, 거주지, 물, 의류를 제공하기 위해 분투하고 있다고 말했다. |
25 | | 다마스커스로부터의 대규모 피난민의 유입은 지금껏 난인 유입 역사 상 가장 큰 규모일 것이고, 이들 난민 보호를 위한 자금을 마련하는 일이 제일 어려울 것이라고 생각한다. |
26 | তাঁরা আশা করছেন যে দামাস্কাস থেকে আসা শরণার্থীদের পরবর্তী প্রবাহ হবে সর্ববৃহৎ এবং তাঁদের জরদানে থাকার জন্য অর্থের সংস্থান করা খুবই কঠিন হবে। | 시리아 여성협회의 다른 책임자는 그 단체에 매일 밤마다 대략 100명에서 350명 가락의 난민들이 찾아오고, 그 수는 매일 증가한다고 말했다. |
27 | প্রতি রাতে কমপক্ষে ১০০ থেকে ৩০০ শরণার্থী সিরীয় মহিলা সংস্থায় আসে। | […] 바로 옆 건물은 많은 수의 부상당한 시리아 난민들이 의료를 다급히 기다리고 있는 곳이다. |
28 | সংগঠনের আরেকজন পরিচালক বলেন […] পার্শ্ববর্তী ভবনে যে ভবনটি সিরীয় মহিলা সংস্থার অর্থায়নে পরিচালিত হয় সেখানে সিরীয় আহত শরণার্থীদের একটি বড় দল স্বাস্থ্য চিকিৎসার জন্য অপেক্ষমান। | 그 건물도 시리아 여성협회가 자금을 마련해서 생긴 곳이다. 남자들은 몇 달전에 반정부 시위 중 어떤 식으로 공격 당했고 요르단이 아직 그들의 상처치료 서비스를 충분히 못하는지에 대해 상의하고 있다. |
29 | একজন লোক জানান কয়েক মাস আগে সরকার বিরোধী আন্দোলনে কিভাবে তাঁরা আক্রান্ত হন এবং কেন জরডানীয়দের সেবা সত্বেও তাঁদের ক্ষতের চিকিৎসা এখন পর্যন্ত যথেষ্ট নয়। | 한 남자는 세 달전 다마스커스 밖에 있는 한 마을에서 정부 당국에 의해 팔과 배에 자상을 당해 목발에 의존하고 있다. |
30 | প্রায় তিনমাস আগে একজন দামাস্কাসের বাইরে এক গ্রামে সরকারী লোকজন কতৃক বাহু ও পেটে ছুরিকাঘাতের শিকার হন। | 그 옆에는 제대로 치료를 받지못해 왼쪽 팔을 완전히 잃어버린 열 여섯살 소년이다. |
31 | এখন তিনি একজোড়া ক্রাচে ভোর দিয়ে চলেন। | 그들은 요르단에서 올바른 치료를 못 받을거라고 생각하고있다. |
32 | তার পাশেই ১৬- বছর-বয়সী একজন জানান সঠিক চিকিৎসার অভাবে কিভাবে সে তার বাম হাতটি পুরোপুরিই হারিয়েছে। | 그 둘의 이름은 독일과 이집트 같은 다른 나라 수술 대기자 명단에 올려져 있다. 암만에 있는 시리안 난민들. |
33 | খুব একটা ভরসা ছাড়াই তাঁরা জর্ডানে চিকিৎসা গ্রহণ করেছে। | 사진: 에스큐미 (EskewMe), 사진사용이 허용되었음. |
34 | তাঁরা দুজনেই অন্য দেশ জার্মানি ও মিশরে শল্য চিকিৎসার জন্য অপেক্ষা করছে। | 멜리사 타빅(MelissaMary52) 이 제작한 이 영상을 통해 시리아 어린 난민의 이야기를 접할 수 있다: |
35 | আম্মানে সিরীয় শরণার্থী, ছবি- এসকেউমের অনুমতি নিয়ে ব্যবহৃত | http://youtu.be/YMFVNZtpjlY |
36 | মেলিসা তাবিক-এর ( মেলিসাম্যারি৫২) এই ভিডিওটিতে সিরীয় শরণার্থী শিশুরা তাঁদের গল্প বলেছেঃ http://youtu.be/YMFVNZtpjlY | 시리아 시위 2011/12 특별 보도 글이었습니다. |