# | ben | kor |
---|
1 | সিরিয়াঃ পুরাতন হোমস শহরে অবরুদ্ধতার এক বছর | 시리아: 도시 홈스, 봉쇄 1년 째 |
2 | এই পোস্টটি আমাদের সিরিয়া প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ। | 본 기사는 시리아 민중봉기 특별취재의 일부입니다. |
3 | প্রাচীন শহর হোমসকে মাঝে মাঝে সিরিয়া বিপ্লবের রাজধানী হিসেবে বর্ণনা করা হয়। এ মাসে সৈন্যদের দ্বারা শহরটি অবরোধের এক বছর পূর্ণ হল। | 이 달을 맞아 ‘시리아 혁명의 수도'라고도 불리는 도시 홈스가 포위된지 1년이 되었다. |
4 | বাশার আল-আসাদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ প্রথমে যেসব শহর থেকে শুরু হয়েছে তাঁদের মধ্যে হোমস একটি। | |
5 | বাবা আমর, বাব সাবা, খালিদিয়া ও দেইর বালবা সহ শহরটির জেলাগুলো এবং হোমসের আশেপাশের ১৪ টি প্রতিবেশী শহরে গত দু'বছরের বেশী সময় ধরে সিরিয়ার শাসনতন্ত্র অবাধে বোমা বর্ষণ, গোলা নিক্ষেপ এবং গ্রেপ্তার ও লুণ্ঠনের জন্য হানা দিচ্ছে। এমনকি খাবার ও ঔষধ সরবরাহকে কমিয়ে দিয়ে সেখানে টিকে থাকাকে প্রতিনিয়ত আরো কঠিন করে তুলছে। | 홈스는 바바 아므, 밥 사바, 칼리디야와 데어 발바와 같은 오래된 도시 내 14개 지역과 지구들과 함께 바사르 알 아사드의 독재에 가장 먼저 맞선 도시 중 하나로서, 2년이 넘게 시리아 정권의 폭격,포격,습격을 받았고, 식량과 의료물품도 떨어져가면서 하루하루 살아남는 것이 힘들어지고 있다. |
6 | হোমস… অবরুদ্ধ শহর, ছবিঃ আব্দুলরহমান- রোমানো | 홈스…포위된 도시 by abdulrahman-romano |
7 | ২০১২ সালের নভেম্বর মাসে গ্লোবাল ভয়েসেস অনলাইন “হোমস, ধ্বংসের কাছাকাছি সিরিয়ার একটি বিপ্লবী শহর” শিরোনামে একটি পোস্ট প্রকাশ করেছিল। | 2012년 11월, 글로벌 보이스는 홈스, 시리아의 파괴된 혁명 도시 라는 기사를 냈다. |
8 | হোমসের ১৪ টি প্রতিবেশী শহর “অবরোধ” করে রাখা একটি বিশেষ ব্যাপার - এটি সিরিয়ার অন্যান্য শহরের মতো নয়। | 홈즈 내 14개 지역이 겪고 있는 “포위공격”은 특별한 경우로서, 다른 시리아 도시들과는 다르다. |
9 | এটি আমাদের গাজা অবরোধের কথা স্মরণ করিয়ে দেয়। | 이 포위 상태태는 가자 지구 봉쇄를 떠올리게 한다. |
10 | তথাপি, হোমসে কোন গোপন সুরঙ্গ নেই, যার মধ্য দিয়ে তাঁরা নিত্য প্রয়োজনীয় সামগ্রী, চিকিৎসা সাহায্য এবং আহত ও অসুস্থদের গোপনে বহন করতে পারে। | 하지만 홈스에는 기본 물자와 의료 지원 물품들을 몰래 들여오거나 병자 및 부상자들을 몰래 빼낼 수 있는 비밀 터널이 없다. |
11 | হোমসের একটি এলাকায়, যেখানে ৪ লক্ষ লোক বাস করে সেখানে কয়েক হাজার লোকের ওপর অতর্কিত আক্রমণ করা হয়েছে। স্টরিফাই-তে জেয়ডিটি২৩ রিপোর্ট করেছেনঃ | 한 때 400,000명의 사람들이 거주하고 있던 홈스에는 이제 수 천명의 사람들이 갇혀있다. jeydt23은 스토리파이에 이렇게 보도했다: |
12 | এই মুহুর্তে সমগ্র সিরিয়াতে সবচেয়ে ভয়াবহ যুদ্ধক্ষেত্র হিসেবে বলা যেতে পারে হোমসের অবরুদ্ধ অবস্থাকে। | ‘홈스의 포위공격'이라고 불리고 있는 것은 현재 시리아에서 가장 격렬한 전쟁이 벌어지고 있는 곳입니다. |
13 | দ্বন্দ্বের দু'দিকেই প্রতিদিন মৃত্যুর মাশুল যোগের মধ্যদিয়ে অবরোধ চলছে কয়েক মাস ধরে। | 양 쪽의 사망자 수가 매일 늘어나고 있는 상황 속에서도 포위 공격은 계속되고 있습니다. |
14 | জনগণের টিকে থাকার সংগ্রামের কিছু ছবি, টুইট এবং ভিডিও নিচে রয়েছে। | 아래에 있는 것은 살아남기 위해 분투하는 사람들의 영상, 사진, 트윗들입니다. |
15 | পুরাতন হোমসে ফলমূল ও শাকসবজি ফলানোর মতো কোন কৃষিজমি নেই। ফলে খাদ্য সরবরাহে অভাব দেখা দিয়েছে। | 홈스에는 채소와 과일을 재배할 땅이 없기 때문에 식량 부족 현상이 일어나고 있다. |
16 | এই ভিডিওটিতে শিশুদের পাতা কুড়াতে দেখা যাচ্ছে এবং তাঁরা খাবারের অভাব নিয়ে অভিযোগ করছেঃ | 이 비디오는 잎사귀를 주우면서 먹을 것이 부족한 것에 대해 불평하는 아이들의 모습이 담겨있다: |
17 | সেখানে কোন হাসপাতাল অথবা মেডিকেল সেন্টারও নেই [গত ১ লা এপ্রিল, ২০১২ তারিখে আল-আমাল হাসপাতালটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে]। | 또한 홈스에는 병원이나 진료소도 없다[알 아말 병원은 2012년 4월 1일 완전히 파괴되었다]. |
18 | তা সত্ত্বেও, কাজ চালানোর জন্য কিছু [সতর্কীকরণঃ গ্রাফিক ভিডিওর একটি লিংক যেখানে দেখানো হয়েছে অ্যানেসথেশিয়া ছাড়াই একজন আহত ব্যক্তির অস্ত্রোপচার করা হচ্ছে] অস্থায়ী হাসপাতাল রোগীদের সেবা দিতে শিক্ষানবিস ডাক্তারদের উপর নির্ভর করছে। | |
19 | সরকার অবরুদ্ধ প্রতিবেশী এলাকাগুলোতে বিদ্যুৎ, পানি ও যোগাযোগ সেবাও কর্তন করে নিয়েছে। | 대신 몇몇 [경고: 마취제 없이 부상자를 수술하는 다소 잔인한 영상에 대한 링크임] 임시 병원에서 실습생들이 환자를 치료하고 있다. |
20 | তা সত্ত্বেও কুয়ার পানি, বিদ্যুৎ জেনারেটর এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবহারের উপর নির্ভর করে অধিবাসীরা বেঁচে আছে। | 정부는 포위된 지역의 전기,물,통신까지 끊어버렸다. |
21 | সেখানে কোন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান নেই। | 살아남은 주민들은 대신 우물의 물이나 전기 발전기 그리고 인공위성 기반 통신에 의존하고 있다. |
22 | তথাপি কয়েকশ শিশু প্রতিদিনকার বোমা বিস্ফোরণের মাঝে জীবনধারণ করছে। | 학교나 대학, 또는 교육시설도 없다. |
23 | বিরামহীনভাবে প্রতিদিন মর্টারের গোলাবর্ষণ, রকেট উৎক্ষেপণ, দীর্ঘ-সীমার মিসাইল, ট্যাঙ্ক এবং যুদ্ধবিমানের শব্দে কেঁপে উঠছে। | 대신 수백명의 아이들이 매일 폭격,박격포,다연장로켓발사기,장거리 미사일,탱크,전투기 공습 속에서 살아가고 있다. |
24 | শহরটির ধ্বংসের কথা প্রকাশ করতে সিরিয়ার সক্রিয় কর্মীরা “হোমসের অবরোধ ভেঙ্গে ফেল” - এর ফেসবুক পেজে এই ভিডিওটি ৬ জুন, ২০১৩ তারিখে পোস্ট করেছেন। | 시리아 활동가들은 2013년 6월 6일 홈스 봉쇄를 풀어라 페이스북 홈페이지에 이 비디오를 올려 도시가 파괴되는 모습을 고발했다. |
25 | “ইয়াসিন এবং মরিয়ম সাব্বাঘ…হোমসের অবরোধের অবসান হোক” শিরোনামে একটি হৃদয়বিদারক ঘটনা বৃহত্তর সিরিয়া ব্লগটিতে পোস্ট করা হয়েছে। | 블로그 ‘그레이터 시리아(Greater Syria)'에는 야신 사바흐와 마르얌 사바흐…홈스 봉쇄를 풀어야한다 이라는 가슴아픈 글이 올라왔다. |
26 | সেখানে একজন ভাই ও একজন বোনের (ইয়াসিন ও মরিয়ম) খুনের ঘটনা বর্ণনা করা হয়েছে। জেলাগুলোতে শাসনতন্ত্রের বাহিনীর বর্ষণ করা মর্টারের বোমার আঘাতে বাড়ির বাইরে খেলার সময় শিশু দু'টি মারা যায়। | 이 글은 집 밖에서 놀다가 친(親)정부군 지역에서 정부군이 발사한 박격포에 의해 죽은 남매(야신과 마르얌)에 관한 이야기이다. |
27 | তাঁদের শহীদ হওয়ার ভিডিওটিতে একটি আবেগআপ্লুত মন্তব্যে বলা হয়েছেঃ | 그들의 순교를 담은 비디오에서는 감정적인 코멘트와 함께 이렇게 말했다: |
28 | একটু আগেই একটি খবর আমার হৃদয়কে প্রচণ্ডভাবে আঘাত করেছে এবং আমার চোখ অবিশ্বাসে অসাড় হয়ে গেছে। | 얼마 전에, 한 소식이 내 가슴을 깊게 찌르고 들어왔고 믿을 수 없는 소식에 내 눈은 굳어버렸다. [ |
29 | [……] মরিয়ম ও ইয়াসিন সাব্বাঘ তাই পেল যা তাঁদের জীবনকে সীমাবদ্ধ করে রেখেছিলঃ মর্টার, গোলাবর্ষণ, অন্ধকার, ভয় এবং ধ্বংস; তাঁরা বঞ্চিত ছিল শিক্ষা থেকে, বিদ্যালয় থেকে, বন্ধুদের থেকে এবং প্রতিবেশীদের সাথে খেলা করা থেকে, বিশ্বের অন্যান্য শিশুদের মতো জীবনের নিয়ামক উপভোগ করা থেকে, খাদ্য ও নিরাপদ পানি থেকে, বিদ্যুৎ থেকে, সবকিছু থেকে… | …..] 마르얌 사바흐와 야신 사바흐가 그린 그들의 삶은 이렇게 한계지어졌다: 박격포, 포격, 어둠, 공포, 파괴; (그 아이들은)교육과 학교, 친구와 이웃들, 세계의 다른 아이들처럼 삶을 즐길 수 있는 기회, 먹을거리와 깨끗한 물,전기,그리고 모든 것을 빼앗겨버렸다. |
30 | অবরুদ্ধ হোমস মুক্ত কর। | 홈스의 봉쇄를 풀어라. |
31 | সূত্রঃ ফেসবুক পাতা | 출처 Facebook page |
32 | এই ফেসবুক পেজটিতে ইয়াজান হোমসি সিরিয়ার জনগণকে বিপ্লবটিকে সমর্থন জানাতে এবং শহীদদের রক্ত বৃথা না যেতে দেয়ার আহ্বান করেছেন। | 야잔 홈시 는 그의 페이스북 페이지를 통해 시리아인들에게 혁명을 지지하고 순교자들을 버리지 말아달라고 호소한다. |
33 | সিরিয়ার সকল সক্রিয় কর্মীদের উদ্দেশ্যে একজন সক্রিয় কর্মী এই বিপ্লবের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এটিকে সুরক্ষিত রাখার কথা স্মরণ করিয়ে দিয়ে একটি চিঠি লিখেছেন, যা হোমসি পোস্ট করেছেনঃ | 그는 한 활동가가 모든 시리아 활동가들에게 목표가 달성될 때까지 혁명을 지키기로 한 맹세를 상기시키기 위해 쓴 편지를 올렸다: 그들의 의무를 지키고 있지 않은 모두를 향한 순교자의 비난… |
34 | একজন শহীদ সেসব লোকেদের নিন্দা করে লিখেছেন, যারা দায়িত্ব পালন না করে বেঁচে আছে… | 쓰인 날짜: 2013년 6월 9일 홈스- 포위된 도시 |
35 | লেখার তারিখ ০৯/০৬/২০১৩ হোমস - অবরুদ্ধ এলাকা | 순교 날짜: 2013년 6월 10일 홈스-포위된 도시 |
36 | শহীদের আত্নবলির তারিখ ১০/০৬/২০১৩ হোমস - অবরুদ্ধ এলাকা | 본 기사는 시리아 민중봉기 특별취재의 일부입니다. |