Sentence alignment for gv-ben-20101127-13524.xml (html) - gv-kor-20101201-558.xml (html)

#benkor
1কাতার: বিশ্বকাপের আয়োজক দেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবার দিন ঘনিয়ে আসার সাথে সাথে তৈরি হচ্ছে উত্তেজনা ও উৎকণ্ঠা
2২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের সমর্থনে কাতারের সমর্থকদের শোভাযাত্রা, ছবি http://www.qatar2022bid.com/-এর সৌজন্যে”카타르: 월드컵 개최국 선정 가까워지며 희비 교차
3আর দুই সপ্তাহ পর, ২ ডিসেম্বর, ফিফা সিদ্ধান্ত নেবে কোন দেশ ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক রাষ্ট্র হবে। কাতারের সমর্থকরা দেশটির সম্ভাবনার আশা জাগিয়ে রাখার জন্য ব্যাকুলভাবে চেষ্টা করছে এবং বিষয়টিকে তারা সহজ করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে নিয়ে গেছে।12월 2일로 예정 된 국제축구연맹(FIFA)의 2022년 월드컵 개최국 발표를 앞두고 카타르 팬들은 자국 개최 가능성에 대한 여러 가지 소문에 관심을 가지며 인터넷에서 위안을 찾고 있다.
4গত কয়েক মাস ধরে প্রচার মাধ্যমের সংবাদ পর্যায়ক্রমে চিহ্নিত করে আসছে যে, ফিফার অনুসন্ধান দলের কাছে নানা কারণে কাতার সম্পূর্ণ তৈরি নয় তবে পছন্দনীয় প্রার্থী হিসেবে চিহ্নিত হয়েছে।지난 몇 달간, 언론은 카타르를 개최 가능성이 낮은 후보지라고 하며, 여러 가지 이유로 인해서 카타르가 FIFA 실사단의 우선 검사 후보가 되었다고 보도해 왔다.
5দেশটির কাছে উপচে পড়া অর্থ রয়েছে এবং বিশ্বকে সে তার নয়টি বৈশিষ্ট সম্পন্ন স্টেডিয়ামের চিত্র তৈরি করে চমকে দিয়েছে, যে স্টেডিয়ামগুলো হবে পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এবং সৌর শক্তির দ্বারা পরিচালিত।현금이 풍부한 카타르는 냉방 시설을 갖추고 태양열로 운영되는 9가지 컨셉트 축구장 영상으로 세계의 이목을 사로잡았다.
6এর বাইরে, যদি তারা আয়োজকের সম্মান লাভ করতে পারে, তাহলে আরব বিশ্বের মধ্যে কাতারই হবে প্রথম দেশ, যারা ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে।만약 카타르가 이번 2022년 월드컵 개최국으로 선정된다면 이는 월드컵을 유치하는 첫 번째 아랍권 국가가 되는 것이다.
7কিন্তু এখানে উদ্বেগের বিষয় হচ্ছে মরুর এই দেশের ক্ষুদ্র আকার এবং ভয়াবহ গরম নিয়ে, যা কিনা কখনো কখনো ৫০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠে, এবং আরো বেড়ে যায়।그럼에도 작은 영토와 50도를 넘나드는 불볕더위에 대한 우려도 계속 제기되고 있다.
8এই সপ্তাহের শুরুতে ফিফার একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে আয়োজক হতে চাওয়া নয়টি দেশের মধ্যে কেবল কাতারকে “প্রচণ্ড ঝুঁকিপূর্ণ” বলে অভিহিত করা হয়েছে।이번 주 초에 FIFA 에서 발표한 리포트에 따르면 FIFA는 9개 후보 국가 중 유일하게 카타르 만을 “고위험군” 후보지로 지목했다.
9যেমনটা ফিফার একজন কর্মকর্তা বলছে, “আপনি হয়ত স্টেডিয়ামসমূহ শীতাতপ নিয়ন্ত্রিত করতে পারবেন, কিন্তু আমি বুঝতে পারছি না, কি ভাবে আপনি পুরো দেশটিকে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে নিয়ে আনবেন”।FIFA 고위관계자의 말을 인용하면 “경기장에 온도는 조절할 수 있지만 나라 전체 온도는 어쩔 수 없다.” 라고 한다.
10ফিফার নির্বাহী কমিটিতে সে একমাত্র যুক্তরাষ্ট্রের সদস্য চাক ব্লেজার এই মন্তব্যটি করেছেন। তার এই বক্তব্য টুইটারে প্রতিক্রিয়ার ঝড় তৈরি করেছে।FIFA 상임위원회 위원 중 유일한 미국인 척 블레이저(Chuck Blazer)는 이번 개최국 선정과 관련한 발언으로 트위터에서 누리꾼들의 뜨거운 논란을 불러왔다.
11@লাস্টিংভ্যালুজ বলছে:@lastingvalues 말했다:
12উক্ত ব্যক্তিটি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং এখন ২০২২ সালের আয়োজক হবার জন্য যুক্তরাষ্ট্র বনাম কাতারের লড়াই চলছ।척 블레이저 의원 때문에 이번 개최국 선정 자체가 미국 대 카타르의 대결로 변했다.
13নিঃসন্দেহে সে বলবে “কাতার শরীর শুষে নেয়।”물론 그는 카타르를 평가 절하할 것이 분명하다.
14@কাতার৬৫ উল্লেখ করেছে:@qatar65 말했다:
15কাতার ২০২২ বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের এক মহান আয়োজক দেশ হতে পারে…কাতার এই প্রতিযোগিতাকে যে কোন সময়ের চেয়ে সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতায় পরিণত করবে।카타르는 최고의 개최국이 될 거다.
16আমি দোহায় জন্ম নেওয়া একজন প্যালেস্টাইনি এবং আমি কাতারকে ভালোবাসি।분명 잘해낼 거라 믿는다.
17এবং @জিপ্পিএ্যাপেললিপস প্রতি উত্তর করছে:나는 도하 태생 팔레스타인이지만 카타르를 사랑한다.
18চ্যালেঞ্জকে গ্রহণ করা হল।@zippyapplelips 답했다:
19আরটি @দোহানিউজ ফিফা নির্বাহী-“আপনি একটা স্টেডিয়ামকে শীতাতপ নিয়ন্ত্রিত করতে পারেন, কিন্তু আমি বুঝতে পারছি না কি ভাবে আপনি একটি দেশকে শীতাতপ নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত করতে পারবেন”।FIFA 고위층 “경기장에 온도는 조절할 수 있지만 나라 전체 온도는 어쩔 수 없지 않냐” 도전 접수 완료!
20প্রাথমিক পর্যায়ে কাতারের কর্মকর্তারা এই সংবাদের ব্যাপারে বেশ নিরবতা বজায় রেখেছিল এবং এরপর সে রকমই নিরবতা বজায় রেখেছেন, একজন ক্রীড়া কর্মকর্তার প্রদান করা সংবাদ অনুসারে।스포츠 기자의 보도에 따르면 처음에는 침묵을 지키던 카타르가 공식 반응을 조금씩 보여주고 있다.
21@জেমস_করবেট বলছে:@james_Corbett 말했다:
22আয়োজনে লাভের জন্য কাতারের যে দলটি কাজ করছে তারা উদ্বিগ্ন। তাদের সুযোগের ব্যাপার তারা ভীষণ রকম সন্দিহান।분노에 가득 찬 카타르 월드컵 준비위원회 카타르 유치 가능성에 회의적이다.
23এমনকি আয়োজক হবার প্রতিযোগিতার জন্য তৈরি করা ফেসবুকের পাতায় অনেক লোক তাদের পক্ষে সমর্থন প্রকাশ করেছে।하지만 준비위원회 페이스북 페이지에는 많은 사람들이 응원의 글을 남겼다.
24সাইয়্যেদআহমেদ কাদেরি বলছে:Syedahmed Quadri는 말했다:
25কাতার এখানে জিতবে আর সে হবে প্রথম আরব রাষ্ট্র, যে এ রকম সম্মানজনক বিশ্বকাপের আয়োজন করবে।카타르는 세계 최고의 스포츠 행사인 월드컵을 개최하는 최초의 아랍국가가 될 거다.
26এই প্রতিযোগিতার আয়োজক হবার জন্য কাতারের যথেষ্ট ধন সম্পদ এবং আগ্রহ ও উৎসাহ রয়েছে।우리는 월드컵 유치에 필요한 풍부한 자원과 열의와 열정을 가지고 있다
27উদ্দীপ্ত হও। এদের মধ্যে অনেকে আবার বাস্তববাদী:하지만 이번 문제에 대해 조금 더 실용적으로 바라보는 의견도 있었다.
28@এ৭৭মেড বর্ণনা করেছে:@a77med 말했다:
29খুব খারাপ ব্যাপার যে, গত গ্রীষ্মে চামড়া পুড়ে যাওয়া রোদ ছিল।지난 여름이 덥긴 더웠다.
30এর বিরুদ্ধে যুক্তি প্রদান করা যায় না।날씨에 대해서는 할 말이 없다.
31এবং অন্য অনেকে যেমন লন্ডন টেলিগ্রাফের প্রধান ফুটবল বিষয়ক প্রধান লেখক হেনরি উইন্টার সহজভাবে বলতে গেলে কাতারের আয়োজক হবার ব্যাপারে রূঢ় মন্তব্য করেছেন।런던 텔레그래프(London Telegraph) 축구전문 수석 기자 헨리 윈터(Henry Winter)는 거침없는 말을 남겼다.
32@হেনরিউইন্টার বলছে:@HenryWinter 말했다:
33২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনে অস্ট্রেলিয়া সেরা আয়োজক রাষ্ট্র হতে পারে। অবশ্যই তাদের ঐতিহ্য, ফুর্তি করার মত জায়গা, নানা রকম সুবিধা, এবং উপযুক্ত পরিবেশ রয়েছে।“문화적 유산, 재미, 시설, 기후 등 모든 면에서 최고의 개최국은 당연히 호주이다.
34এটা হবে যাদুকরী এক আয়োজন। কাতার অনেক গরম এবং সেখানকার পরিবেশ বাজে, এটাই বাস্তবতা।카타르의 찜통 더위와 무미 건조함은 호주의 그것과 비교조차 불가능하다”
35ফিফার হৃদয় ভেঙ্গে দেওয়া সংবাদ প্রকাশের পরেই, ইংল্যান্ড ফুটবল দল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ আলেক্স ফার্গুসন কাতারের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, দেশটির আবহাওয়া নিয়ন্ত্রিত স্টেডিয়ামের পরিকল্পনার কথা শুনে তিনি মুগ্ধ।FIFA의 이런 부정적인 보고서 이후, 영국 프리미어 리그 알렉스 퍼거슨 맨체스터 유나이티드 감독은 카타르의 냉방 축구장 계획에 큰 감명을 받았다며 카타르의 월드컵 개최를 응원했다.
36কাতার বলছে: ফাইনাল খেলা অনুষ্ঠিত হবার পর, যা তারা এগুলোকে ভেঙ্গে ফেলবে এবং উন্নয়নশীল বিশ্বে পাঠাবে, যাতে তারা সেগুলোকে পুনরায় নির্মাণ করে নিজেদের কাছে লাগাতে পারে।한편 카타르는 냉방 축구장 계획과 관련해서 결승전이 끝나면 경기장은 해체 후 개발 도상국에 전달해서 재건축에 쓰일 것이라고 발표했다.
37এই সপ্তাহে আরো কিছু অগ্রগতির সংবাদ:다음은 이번 주에 전해진 소식이다:
38কাতার, বুধবারে ব্রাজিল এবং আর্জেন্টিনার মাঝে এক উত্তেজনাপূর্ণ প্রীতি ম্যাচের আয়োজন করে।지난 수요일 카타르에서 브라질과 아르헨티나의 친선경기가 벌어졌는데 FIFA 상임위원회 위원 24명이 양국 출신으로 최종 투표에 참여한다.
39ওয়াল স্ট্রিট জার্নাল তাদের সংবাদে, এই দুই দেশের ফুটবল সংস্থার কর্তাদের সামনে দেশটিকে নিজেদের প্রমাণ করার আরেকটি সুযোগ বলে অভিহিত করেছে- উভয় দেশের প্রতিনিধি, ফিফার ২৪ সদস্যে নির্বাহী পরিষদের সদস্য, যাদের ভোটে ফুটবল বিশ্বকাপের আয়োজক রাষ্ট্র চূড়ান্ত হবে।미국 월 스트리트저널(Wall Street Journal)에도 다뤄졌던 이번 경기는 카타르에게는 좋은 기회가 될 수 있다.
40ইতোমধ্যে আর্জেন্টিনার ফুটবল কোচ বিশ্বকাপ আয়োজনে কাতারের প্রতি তার সমর্থন প্রকাশ করেছে।실제로, 아르헨티나 축구 코치는 지지 의사를 밝힌바 있다.
41টুইটার @আবদাল্লা_আবদাল্লা বলছে:@abdalla_abdalla 트위터에서 말했다:
42আরটি@পেনিনসুলাকাতার: আর্জেন্টিনার কোচ কাতারকে সমর্থন করেছে#কাতার বিশ্বকাপ আয়োজক http://bit.ly/9F95nl (expand) #ওয়ার্ল্ড কাপ।RT @PeninsulaQatar: 아르헨티나 코치 카타르 월드컵 유치를 지지하다. http://bit.ly/9F95nl (expand) #worldcup.
43তবে এই প্রীতি ম্যাচের ব্যাপারে ভক্তরা মিশ্র মন্তব্য করেছে। জনপ্রিয় সামাজিক ফোরাম কাতার লিভিং-এ মন্তব্যকারী এইচডিওয়াই লিখেছে:유명한 소셜 포럼 싸이트인 카타르 리빙(Qatar Living)에서 코멘터 HDY는 다음과 같이 썼다:
44বহু আকাঙ্খিত আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ফুটবল খেলার আয়োজনে পর, আমি সংগঠকদের ধন্যবাদ দিতে চাই, তাদের প্রচেষ্টা এবং অবশ্যই নিরাপত্তা রক্ষীদের বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য।환상적인 양국의 친선경기 이후 저는 이번 경기를 준비해 주신 모든 분들의 노력에 경의를 표합니다. 무엇보다 경호원들의 친절한 태도가 인상적이었습니다.
45এর ফলে কাতার নিঃসন্দেহে পেশাদারভাবে ২০২২ সালের আয়োজক হবার যোগ্য বলে বিবেচিত হবে এবং তারা খেলার মাঠ, অবকাঠামো, অন্যান্য অনুষ্ঠান, পারিবারিক পরিবেশ বজায় রাখা এবং আতিথেয়তার বিষয় সমূহ সফলভাবে নিশ্চিত করতে পারবে।이번 일로 카타르는 2022년 월드컵을 성공적으로 유치할 수 있다는 것을 입증했습니다. 그리고 경기장, 기간시설, 부대행사, 가족적인 분위기와 환대 등 월드컵 유치에 필요한 모든 것들을 갖출 것입니다.
46তবে এর অন্য দিকও রয়েছে, মন্তব্যকারী হোয়াইটনাইট উত্তর দিচ্ছে:반대의견으로 whyteknight가 이렇게 말했다:
47আপনারা কি আমাকে বোকা বানাচ্ছেন?농담이시겠지?
48প্রথমে তারা স্থানীয়দের লাইন থেকে বের করে দেয়, এরপর সকল পরিবারকে, মানে যদি কেউ মহিলার সাথে আসে, তাদের… ইতোমধ্যে তারা একা আসা পুরুষদের প্রবেশ মুখ থেকে বাইরে ঠেলে, তাদের প্রবেশে বাঁধা দেয়, এমনকি যদিও আমরা এক ঘন্টার বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে ছিলাম, এদিকে যারা সাথে কোন মহিলাকে এনেছে তারা খুব সহজভাবে দরজার দিকে গেছে এবং স্টেডিয়ামে প্রবেশ করেছে…যখন আর কোন মহিলা অবশিষ্ট ছিল না, তখন তারা আমাদের প্রবেশ করতে দেয়।이번 경기 주최측은 처음에는 지역주민을 우선으로 입장시키더니 다음으로 여성 동반 관중을 입장시켰다. 반면에 혼자 경기장을 찾은 남성 관중들은 입장문 밖으로 쫓겨나서 한 시간 반 동안 기다리게 했다.
49বিষয়টা ছিল এমন, যেন তারা আমাদের অনেক দয়া করছে।
50সর্বশেষে সংবাদ, বৃহস্পতিবার ফিফার নৈতিক কমিটি এটা কাতারকে পরিষ্কার করে দিয়েছে যে তারা বিভিন্ন ধরনের দূর্নীতি এবং গোপনীয় কোন সুবিধা প্রদানের অভিযোগ থেকে মুক্ত।여성 관중이 모두 입장한 후에야 남겨진 우리를 입장시키면서 그 사람들은 마치 큰 선심을 쓰듯이 행동했다. FIFA 윤리 위원회는 카타르를 부패 및 공모결탁 혐의에서 결국 제외시켰다.