Sentence alignment for gv-ben-20140425-42782.xml (html) - gv-kor-20140423-4758.xml (html)

#benkor
1দক্ষিণ কোরিয়া: নেতিবাচক সংবাদ প্রচারের অভিযোগে সংবাদপত্রের বিরুদ্ধে স্যামসং-এর মামলা한국: 삼성, 부정적 기사를 낸 신문사를 고소
2নিজেদের পক্ষে যায়নি এমন সংবাদ ছাপানোর কারণে দক্ষিণ কোরিয়ার বৃহৎ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সামস্যাং স্থানীয় এক তথ্য প্রযুক্তি বিষয়ক সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করেছে।한국 테크놀로지 거인 삼성이 호의적이지 않은 기사를 낸 지역 IT신문에 대해 소송을 제기했다.
3কি ভাবে ঘটনাট ঘটল এবং নেতিবাচক সংবাদের বিষয়ে সামস্যাং- যে ভাবে সাড়া প্রদান করেছে তার ফলে উদ্ভুত পরিস্থিতি নিয়ে মামটস হোল ব্লগ একটি প্রবন্ধ লিখেছে।마못의 창 블로그(Marmot's Hole blog)는 어떻게 사건이 전개되었는지, 부정적인 언론보도에 대한 삼성의 대응의 반향을 적었다.
4এর কিছুটা উল্লেখযোগ্য অংশ এখানে তুলে ধরা হল;주요 부분을 보면;
5আমি সামস্যাং-কে সতর্ক করে দিয়েছিলাম যে গণ সংযোগের ক্ষেত্রে এই ধরনের মামলা প্রায়শ ভালোর চেয়ে ক্ষতি করে[…] যা পরিস্থিতিকে আরো খারাপ করে ফেলে।나는 PR의 관점에서 이런 종류의 소송은 좋은 점 보다 종종 더 해로움을 끼친다고 삼성에게 주지시킬 것이다.
6অ্যাপেলের ভেতরকার এক কাহিনীর সাথে কোরিয়ার বৃহৎ বিদ্যুৎ পণ্য সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান-এর তুলনা, যেন অনেকটা কিউপারটিনো ফল কোম্পানির পক্ষে যায় না-এতে ধারণা হয় যে কাহিনী আসলে সত্য। অ্যাপেল, তার বাজারে ছাড়া প্রতিটি আইফোনের মডেলের সাথে অজস্র সংবাদপত্র/ব্লগের ভিত্তিহীন গুজব-এর শিকার হওয়া সত্ত্বেও প্রায় কারো বিরুদ্ধে মামলা করেনি[…] 더 안 좋게 보자면, 애플인사이더(AppleInsider)는 애플과 삼성과 비교하며 애플은 모든 아이폰 모델의 출시를 수반하는 셀 수도 없고 근거도 없는 유언비어와 비호의적 기사에도 불구하고 신문이나 블로그를 고소하지는 않음을 언급했다.