# | ben | kor |
---|
1 | সিএনএন-এর, গ্রীসের দেউলিয়া হয়ে যাওয়ার দিন গণনার শুরুর প্রতিক্রিয়া ক্ষোভের জন্ম দিয়েছে | 그리스 국민, 그리스 파산 초읽기에 들어간 CNN에 분노하다. |
2 | সিএনএন স্থাপিত কুখ্যাত দিন গণনার ঘড়ির স্ক্রিনশট | 악명 높은 CNN 초읽기 시계를 찍은 스크린 샷 |
3 | যেদিন গ্রীস আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ পরিশোধে ব্যর্থ হয় এবং যার ফলে নিজেকে দেউলিয়া ঘোষণা করার মত পরিস্থিতির মুখোমুখি হয়, সেই ১ জুলাই-এ, সন্ধ্যা নামার এক ঘন্টা আগে, সিএনএন এক বিতর্কিত ভাবনা তার পরিকল্পনায় গ্রহণ করে। | 그리스가 국제통화기금에 빌린 돈을 상환하는 데 실패하게 되는 7월 1일이 몇 시간 앞으로 다가왔을 무렵, CNN은 빚 상환 시한이 마감될 때까지 남은 시간을 보여주는 시계를 삽입한다는 논란이 많은 결정을 내렸다. |
4 | তারা গ্রীসের দেউলিয়া হয়ে যাওয়ার চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণে টিভির পর্দায় এক ঘড়ি স্থাপন করে, যা এই ক্ষণ গণনা করা শুরু করে। | 아니나 다를까, 전 세계에서 그리스 네티즌이 즉각적으로 반응하고 나섰다. |
5 | এই বিষয়টি মোটেও বিস্ময়কর নয় যে, এই ঘটনায় সাথে সাথে সারা বিশ্বজুড়ে গ্রীক নেট নাগরিকরা দ্রুত তাদের প্রতিক্রিয়া প্রকাশ করে, যারা এই ঘটনাকে অপমানজনক অথবা এক নোংরা রসিকতা হিসেবে চিহ্নিত করে। . | 그리스 네티즌은 CNN의 결정을 모욕으로 받아들이거나, 몹시 나쁜 취향을 가진 익살로 받아들였다. |
6 | ব্যবহারকারী স্পিরোস ফোটিস জুনিয়র বিস্মিত : | 스피로스 포티스는 다음과 같이 의아해했다. |
7 | কোন একটি বোমা কি এক বিস্ফোরণের অপেক্ষায় আর সিএনএন কি তার ক্ষণ গণনা শুরু করেছে? | 크게 터질 폭탄이 준비되어 있어서 이렇게 CNN이 초읽기하고 있나? |
8 | এদিকে জনি ফেভারিট ঘোষণা প্রদান করেছে : | 하지만 자니 페이보릿은 이렇게 밝혔다. |
9 | ভাই সকল, এমনকি সিএনএন-ও আমাদের আনুষ্ঠানিক ভাবে সংস্থা থেকে বের হয়ে বিষয়টি আমাদের সাথে উদযাপনে প্রস্তুত। | 형제들이여, CNN도 우리가 공식적으로 빚문서에서 탈출하는 것을 “축하할” 준비가 되어 있다. |
10 | অন্য এক ব্যবহারকারীর টুইটের জবাবে ব্যবহারকারী @ড্রুনুচ্চি “সিএনএনকে “সুযোগ গ্রহণকারী” হিসেবে অভিহিত করেছে: | 트위터 사용자 @drinucci는 다른 사용자가 남긴 글에 답하면서 CNN을 “기회주의자”라고 묘사했다. CNN은 언제나 그렇듯이 기회주의로 가득 찬 얼간이다! |
11 | CNN ever the opportunistic douche bags! | 리트윗 @Maria_Tejero: 정말로? |
12 | RT @Maria_Tejero: Seriously? | #디폴트를 초읽기 하나? |
13 | A #default countdown? | 정신 차려! |
14 | Come on #Greece #IMF #CNN pic.twitter.com/1kDccpVglg - Energy Field D (@drinucci) June 30, 2015 | #Greece #IMF #CNN pic.twitter.com/1kDccpVglg - 에너지 필드 D (@drinucci) 2015년 6월 30일 |
15 | ইয়োন্না মামাই বিক্ষুব্ধ: | 이오나 마마이도 격분했다. |
16 | সিএনএন, শালা বেজন্মা! | CNN 이 나쁜 놈들! |
17 | আমাদের দেউলিয়া হয়ে যাওয়ার ক্ষণ গুনছিস? | 우리가 파산하는 데 얼마 남았나 세고 있어? |
18 | ব্যবহারকারীরা গ্রীসের বিষয়টি নিয়ে আলাপ করার সময় পরিহাস ক্রমে এই ঘটনার সাথে নতুন বছরের উদযাপনের বিষয়টি তুলনা করছে: | Keep Talking이란 트위터 사용자는 그리스 상황을 연말연시 행사와 비교하면서 비꼬아 말했다. |
19 | গ্রীসের রাজধানী এথেন্স থেকে সিএনএন সরাসরি ক্ষণ গণনার বিষয়টি তুলে ধরছে। | #CNN은 아테네에서 #그리스 초읽기를 내보내고 있다. |
20 | গ্রীস আতশবাজীর জন্য প্রস্তুত, ভানুয়াতু, শুভ নববর্ষ। | 그리스 인은 폭죽놀이를 준비했다. |
21 | ভাসিলিকি পরিহাসের সাথে এই তথ্য তুলে ধরেছে যে “যুক্তরাষ্ট্র” এখন গ্রীসকে উত্তমরূপে অবিহিত করার বিষয়ে সচেতন : | 바누아투, 새해 복 많이 받아라 - Keep Talking Greece (@keeptalkingGR) 2015년 6월 30일 |
22 | যুক্তরাষ্ট্রের তাজা সংবাদ অনুসারে, আমরা এখন আনুষ্ঠানিক ভাবে দেউলিয়া। | 바실리키는 “미국”이 그리스 인에게 정확한 소실을 전달하려 노력하는 게 역설적이라고 지적했다. |
23 | হেলেনা ডেসকোয় এতে শ্রদ্ধা এবং মর্যাদার অভাবের দিকটি উল্লেখ করেছে: | 미국이 내놓은 최신 자료에 따르면, 그리스는 공식적으로 파산했다. |
24 | সিএনএন ক্ষণ গুনছে কখন আমরা চূড়ান্ত ভাবে দেউলিয়া হয়ে যাবে। | 헬레나 데스코우는 CNN이 존중과 품위를 보이지 않았다고 지적했다. |
25 | কেউ গ্রীসের নাগরিকদের শ্রদ্ধা করে না। | #CNN에서 그리스 파산을 초읽기하고 있다. |
26 | এদিকে ব্যবহারকারী @টু_পাপাগালাকি এই পরিস্থিতি নিয়ে মজা করেছে, সে প্রমাণ করেছে যে গ্রীস কখনো রসিকতার মেজাজ ত্যাগ করেনি: | 그 어느 사람도 그리스인을 존중하지 않는다. - Helena Descou (@Helena_513) 2015년 6월 30일 |
27 | “দি ফাইনাল কাউন্টডাউন” নামক গান শুনছি এবং দেউলিয়া হওয়ার অপেক্ষায় রয়েছি। | 트위터 사용자 @to_papagalaki은 이 상황을 조롱하며, 그리스인은 유머감각을 절대 잃어버리지 않는다는 점을 몸소 증명했다. |
28 | এই সকল চতুর মন্তব্য সত্ত্বেও-এই গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়ে ক্ষণ গণনার জন্য এক ঘড়ি স্থাপন করার চিন্তার ক্ষেত্রে বলা যায়-একটি রাষ্ট্রের সামগ্রিক ভবিষ্যৎ মোটেও রসিকতার বিষয় নয়-দৃশ্যত কোন এক ভাবে এটা মোটেও যথাযথ নয়। | “마지막 초읽기”을 들으며, 파산하길 기다리고 있도다! 재치 있는 논평이 많았지만, 심각하고 중요한 사안을 다루는 뉴스 화면에 초시계를 올려놓으려 생각하는 것은 경우에 맞지 않은 것처럼 보인다. |
29 | কিন্তু সিনএনএন এমন এক টিভি চ্যানেল যা সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভুল করছে। | 왜냐하면, 한 나라의 미래는 농담할 소재가 아니기 때문이다. 하지만 CNN은 최근에도 몇몇 심각한 실수를 저질렀다. |
30 | উদাহরণ হিসেবে বলা যায়, গত মাসে এই চ্যানেল সমকামী শোভাযাত্রায় এক ডিলডো ব্যানারকে ভুলে আইএসআইএস-এর পতাকা হিসেবে চিহ্নিত করে: | 예를 들어 지난 6월에는 게이 프라이드 행진에서 사용된 인공 남근이 그려진 깃발을 ISIS 깃발로 착각하여 보도했다. |
31 | This is the best thing I've seen all weekend! | 제가 주말에 본 일 중 이번 일이 최고였습니다! |
32 | A banner of dildos mistaken for an ISIS flag at a gay parade #CNN pic.twitter.com/LEMBApMXGa - Daniel Hopper (@DanielH_LUFC) June 28, 2015 | 게이 행진에서 사용된 인공 남근이 그려진 깃발을 ISIS 깃발로 착각하다니! |
33 | এর আমাদের ভুলে যাওয়া উচিত নয়, এই চ্যানেলের ভুগোল সম্বন্ধে বিশেষ জ্ঞানের কথা, যেমনটা সাম্প্রতিক সময়ে গ্লোবাল ভয়েসেস এর প্রবন্ধে তুলে ধরা হয়েছে, প্রিয় সিএনএন, উগান্ডা দেশটি তানজানিয়া নয়: | #CNN pic.twitter.com/LEMBApMXGa - 다니엘 호퍼 (@DanielH_LUFC) 2015년 6월 28일 그리고 최근 출간된 글로벌 보이스 기사인 <CNN에게, 우간다는 탄자니아가 아니야>에 나온 것처럼 우리는 CNN이 지리를 잘 모른다는 점도 꼭 기억해야 한다. |
34 | ২৯ জুনের সন্ধ্যায়, গ্রীসের ভবিষ্যত বিপন্ন আবস্থায় ছিল। | 6월 29일 저녁에 그리스의 운명이 달려있었다. |
35 | বিদেশী নেতাদের সাথে সাংঘর্ষিক এক আলোচনার পর হাজার হাজার গ্রীক নাগরিক কঠিন শর্তে আন্তর্জাতিক ঋণ থেকে দায়মুক্তি প্রত্যাখ্যানের দাবীকে সমর্থন করে এক র্যালি বের করে। | 그리스가 채권단과 충돌한 뒤에, 그리스 시민 수천 명이 거리로 나와 조건이 가혹한 구제금융자금을 거부하자는 데 지지를 표명했다. |
36 | একই সময়ে গ্রীসের সব ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ফলে দেশটি এক অর্থনৈতিক বিশৃঙ্খলার মধ্যে পতিত হয়, এদিকে দেশের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দায় নিয়ে বাণিজ্য করা শুরু করে। | 그와 동시에 그리스 은행이 폐쇄되었을 때 그리스 정당이 서로에게 정치적 책임을 떠넘기는 동안, 금융 혼란이 그리스 전국을 강타했다. |
37 | তবে কয়েকজন গ্রীক নাগরিকের কাছে ঋণ সঙ্কটের সংবাদ দেখার ক্ষেত্রে সিএনএন-এর বার্তা হয়ত একটা ধন্যবাদের যোগ্য, কারণ সর্বোপরি এই রকম এক কঠিন সময়ে এই সংবাদ খানিকটা মজার খোরাক হয়ে এসেছে। | 하지만 CNN이 그리스 위기를 보도하는 내용을 보고 있던 그리스 시민들은 오히려 CNN에게 힘든 시간에 웃을 수 있었노라고 고마워하고 있을지도 모른다. |