# | ben | kor |
---|
1 | “গাজায় বৃষ্টির মত বোমা পড়ছে” | “가자지구에 비처럼 내리는 폭탄” |
2 | গাজাবাসীরা এক বিনিদ্র রাত কাটিয়েছেন যখন ইজরায়েল ফিলিস্তিনি অংশে ক্রমাগত বোমা ফেলে গেছে। | 이스라엘이 팔레스타인 집단 거주지역을 계속해서 맹공격하여, 가자지구 사람들은 밤을 뜬눈으로 지새웠다. |
3 | গতকাল (১৪ই নভেম্বর) এক বিমান হামলায় হামাস সামরিক নেতা আহমেদ আল জুবেরীর মৃত্যুর পর ইজরায়েল এবং গাজার মধ্যে বন্দুকের গুলি বিনিময় শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে - যার জের এখনও চলছে। | 이스라엘과 가자지역이 서로 공격을 가하면서 상황은 매우 심각해졌고, 현재도 이러한 상황은 지속되고 있다. 이스라엘이 어제 가자지구를 공격하면서, 하마스 군 지도자인 알 자바리(Ahmed Al-Jabari)가 이스라엘에 의해 살해됐다. |
4 | পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চলমান এই সংঘর্ষে এ পর্যন্ত ১৩ জন গাজাবাসী এবং তিনজন ইজরায়েলী মৃত্যুবরণ করেছে। | 언론 보도에 따르면, 한바탕 공격으로 13명의 가자지구 거주민이 3명의 이스라엘인이 사망했다. |
5 | টুইটারে এবা রেজাক ফিলিস্তিনি শহীদদের কথা বলছেন: | 트위터에서, 레제크(Ebaa Rezeq)는 발표된 팔레스타인 희생자 숫자를 세밀하게 따졌다: |
6 | @Gazanism (গাজানিজম): মৃতের সংখ্যা এ পর্যন্ত - ১৫ জন শহীদ (যার মধ্যে তিনজন শিশু, একজন পোয়াতী নারী এবং দুজন বৃদ্ধমানুষ), আর আগতের সংখ্যা ১৪০ এর অধিক #গাজা | @Gazanism: 현재까지의 희생자 숫자는: 15명이 순교했음 (여기엔 3명의 어린아이들, 쌍둥이를 임신한 여성 과 2명의 노인들이 포함되어 있음), 추가로 140명이 부상을 당했음 # 가자 |
7 | খালেদ শাওয়া তার পড়শীর বাড়ির ছবি প্রকাশ করেছেন যা ইজরায়েল কর্তৃক বোমা ফেলার পর জ্বলছে। | 칼레드 샤와가 공습을 받고 불타고 있는 이웃 집의 모습을 사진으로 남겼다. |
8 | ছবি @KhaledShawa(খালেদ শাওয়া) এর সৌজন্যে। | 사진 크레디트: @KhaledShawa |
9 | ওয়ায়েল উদা তার চারপাশে বোমার তীব্রতার কথা বলছেন: | 오우다(Wael Ouda)는 그의 주변에서 터지고 있는 폭탄의 강도에 대해 다음과 같이 묘사했다: |
10 | @WillOuda (উইলউদা): ড্রোন বোমাগুলো যেন বসার ঘরে হেঁটে হেঁটে ঢুকছে.. এতই বিকট শব্দ মাথার উপরে। | @WillOuda: 무인항공기들이 실제로 우리의 안방을 “걸어다니고”있다…매우 심한 소음이 머리 위를 날아다니고 있다. |
11 | #গাজা | #가자 |
12 | আরেকটি টুইটে তিনি চলমান সহিংসতার মানবিক মূল্যের কথা বলছেন: | 다른 트윗에서, 그는 가장 최근의 공격으로 발생한 희생자 숫자에 대해 밝혔다: |
13 | @WillOuda(উইলউদা): মৃতের সংখ্যা: ১৪-১৫ এবং আহতের সংখ্যা ১২০ এর ও বেশী #গাজা। | @WillOuda: 사망자 수: 사망자 14-15명과 120명이 넘는 부상자 #가자 |
14 | গাজা আক্রান্ত, ছবি টুইটার থেকে @journeytogaza (জার্নি টু গাজা) এর সৌজন্যে। | 공격을 받은 가자지구, @journeytogaza가 사진을 트위터를 통해 공유했다 |
15 | এবং মাজেদ আবুসালামা জানাচ্ছেন: | 아부살라마(Majed Abusalama)는 다음과 같이 외쳤다: |
16 | @MajedAbusalama: উত্তর গাজায় বোমা পড়ছে যেন বৃষ্টির মত #গাজাআক্রান্ত | @MajedAbusalama: 북쪽 가자지구에 지금 폭탄이 비처럼 쏟아지고 있다# #가자가 공격당하고 있다. |
17 | অন্যদিকে আবু ওমর একটি অদ্ভুৎ ভিডিও তুলে দরেছেন যেখানে দেখা যাচ্ছে যে গাজার কিছু শিশু বোমাবর্ষণের মধ্যে ফুটবল খেলছে: | 반면, 오마르(Abu Omar)는 믿기지 않는 비디오를 다음과 같은 제목을 달아 유투브에 올렸다, 가자지구 어린아이들이 폭탄이 쏟아지는 가운데에서 축구를 하고 있다: |
18 | এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের খেলার সময় পেছনের দিকে বিষ্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। | 이 비디오는 아이들이 축구를 하고 있는 모습을 보여준다. 뒤에는 계속해서 폭탄이 터지고 있다.. |
19 | ওলা আনান বলছেন: | 아난(Ola Anan)은 다음과 같이 의견을 달았다: |
20 | @olanan (ওলা আনান): #গাজাআক্রান্ত অথচ কতিপয় শিশু রাস্তায় ফুটবল খেলেই যাচ্ছে! | @olanan: #가자가 공격받고 있다, 그런데 몇몇 아이들이 길거리에서 축구를 하기로 결정했나 보다! |
21 | বিশ্ব দেখ এই আমাদের জীবন! | 삶에 대해 가르치자, 세상이여! |
22 | এবং মাজেদ আবুসালামা যোগ করছেন: | 아부살라마(Majed Abusalama)는 다음과 같이 덧붙였다: |
23 | @MajedAbusalama (মাজেদ আবুসালামা): গাজায় আমাদের মনোবল চাঙ্গা রয়েছে। | @MajedAbusalama: 가자지구의 도덕심은 매우 높다. |
24 | তাদের সবকিছু ধ্বংস করতে দাও, আমাদের সন্তানদের হত্যা করতে দাও, কিন্তু তারা কখনই আমাদের ইচ্ছাশক্তি বা স্বপ্নকে হত্যা করতে পারবে না। | 그들이 모든 것을 파괴하도록 놓아두자 그리고 모든 아이들을 죽이도록 놓아두자. 그러나 그들은 절대 우리의 의지와 꿈까지 살해할 수는 없을 것이다. |
25 | খোদার ইচ্ছায় আমরা স্বাধীন হবই! | 하나님의 뜻으로 해방을! |
26 | মানুষ একটি বেকারীর বাইরে ভীড় করছে। | People queue outside a bakery to get bread in Gaza. |
27 | ছবি টুইটার থেকে @sarahussein (সারা হুসেইন) এর সৌজন্যে। | Photo shared on Twitter by @sarahussein |
28 | ইতিমধ্যে সাংবাদিক সারা হুসেন, যিনি গাজায় প্রবেশ করতে পেরেছেন, একটি ছবি শেয়ার করেছেন। | 반면, 가자로 간신히 들어갈 수 있었던 후세인(Sara Hussein) 기자는 빵가게 앞에서 줄을 서서 기다리고 있는 시민들의 사진을 올렸다. |
29 | তিনি টুইট করেছেন: | 그녀는 다음과 같이 트윗했다: |
30 | @sarahussein (সারা হুসেন): yfrog.com/nws02mjj #গাজায় বেকারীর বাইরে লাইন। | @sarahussein: yfrog.com/nws02mjj 밖에서 줄을 선채로#가자지구 빵가게. |
31 | মানুষ খাদ্য সংকটের আশংকা করছে #ইজরায়েল #ফিলিস্তিনি | 사람들은 식량이 부족할까봐 두려워하고 있다. |
32 | এখন কি? | #이스라엘#팔레스타인 |
33 | জার্নি টু গাজা ভাবছে যদি ইজরায়েল কর্তৃক একটি আক্রমন হয়: | 다음 차례는 무엇인가? 가자지구로 가면서, 지상군의 공격은 없었는지 의문이 들었다: |
34 | @journeytogaza (জার্নি টু গাজা): ইজরায়েলী ক্যাবিনেট কর্তৃক গাজায় সামরিক অভিযানের কোন খবর হয়েছে কি? | @journeytogaza: 가자지구에 지상군 투입에 대한 이스라엘 의회의 결정과 관련한 어떤 뉴스라도 있는가? |
35 | টুইটার হ্যাশট্যাগ: | 트위터 해쉬택: |
36 | টুইটারের নিম্নলিখিত হ্যাশট্যাগ গুলি দেখতে পারেন আরও তথ্যের জন্যে: #PrayForGaza (#গাজারজন্যেপ্রার্থনা), #GazaUnderAttack (#গাজাআক্রান্ত) and #Gaza (#গাজা). | 트위터에서 더 많은 대화를 보려면, 해쉬택을 확인하시오: #가자지구를 위한 기도, #가자지구가 공격받고 있다 그리고#가자지구. |
37 | আরও পড়ার জন্যে: | 추가 자료: |
38 | মন্ডোওয়াইস: দুইটি নতুন তথ্যভান্ডার: গাজায় ইজরায়েলী হামলার সময়সূচী এবং অস্ত্রবিরতি ভাঙ্গায় ইজরায়েলের রেকর্ড। | 몬도웨이스: 두개의 새로운 자료:가자지구에대한 이스라엘 공격강화관련 타임라인과 휴전을 깬 이스라엘의 행적 |
39 | দা গার্জিয়ান: ইজরায়েল এবং গাজা সন্ত্রাসীদের মারনঘাতী সংঘর্ষ - সাম্প্রতিক খবর | 가디언: 이스라엘과 가자지구간 치명적 공격-라이브 업데이트 |