# | ben | kor |
---|
1 | স্বচ্ছতার জন্য প্রযুক্তি: চূড়ান্ত প্রতিবেদন | 투명성 확보를 위한 기술들 : 최종 보고서 |
2 | টেকনলজি ফর ট্রান্সপারেন্সি নেটওয়ার্ক (স্বচ্ছ নেটওয়ার্কের জন্য প্রযুক্তি) গর্বের সাথে জানাচ্ছে যে তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন ‘স্বচ্ছতা ও দায়বদ্ধতার জন্য প্রযুক্তির বৈশ্বিক নকশা‘ প্রকাশ করেছে। | 투명성 네트워크를 위한 기술(Technology for Transparency Network)에서 최종 보고서인 투명성과 책임을 위한 기술의 국제적 지도화(Global mapping of Technology for Transparency and Accountability)를 공개하게 된 것을 자랑스럽게 생각합니다. |
3 | এই প্রতিবেদনটি প্রকাশ করেছে স্বচ্ছতা ও দায়বদ্ধতা উদ্যোগ (@টিএইনিশিয়েটিভ)। এর সাথে তারা প্রায় এক ডজনের মতো আন্তর্জাতিক স্বচ্ছতা আন্দোলনের উপর প্রতিবেদন প্রকাশ করেছে। | 이 보고서는 국제 투명성 운동에 대한 10여개의 다른 보고서들과 아울러 투명성과 책임의 선도(Transparency and Accountability Initiative, T.A.I.) (@TAInitiative)에서 발행되었습니다. |
4 | প্রতিবেদন গুলিতে তিনটি মূল গবেষণা ক্ষেত্রের উপর আলোকপাত করা হয়েছে- প্রভাব থেকে শিক্ষা, নতুন প্রযুক্তিসমূহ ও প্রবর্তিত নীতিসমূহ। | 이 보고서는 ‘효과와 학습'(Impact and Learning), ‘새로운 기술들'(New Technologies), ‘정책 혁신'(Policy Innovations), 이 세 가지 주요 연구 범위에 중점을 두었습니다. |
5 | আমাদের কাজে সহায়তা করে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ স্বচ্ছতা ও দায়বদ্ধতা উদ্যোগকে, আমাদের চমৎকার গবেষক দলকে এবং ডেভিড সাসাকিকে, যিনি স্বচ্ছ নেটওয়ার্কের জন্য প্রযুক্তি আরম্ভ করেছেন এবং এর প্রারম্ভিক পর্যায়ে দিকনির্দেশনা দিয়েছেন, যা এই প্রতিবেদনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। | 저희 일을 지원해 준 투명성과 책임의 선도(T.A.I.)와 저희 놀라운 연구팀과 이 보고서의 기초석이 된 ‘투명성 네트워크를 위한 기술'을 설립하고 초창기를 이끌었던 데이비드 사사끼(David Sasaki)님께 깊은 감사를 표합니다. 보고서 보기 |
6 | এই প্রতিবেদনটিতে ১০০ এর বেশি প্রকল্পের মূল ফলাফলের পর্যালোচনা এবং মধ্য ও পূর্ব ইউরোপ, পূর্ব এশিয়া, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও সাব-সাহারান আফ্রিকার ডজন ডজন প্রয়োগকারীর সাক্ষাৎকার যোগ করা হয়েছে যারা স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির উপায় হিসেবে নতুন প্রযুক্তি ব্যবহার করেন। | 이 보고서는 100여개의 프로젝트를 검토하고 수 십명과의 인터뷰를 통해 찾아낸 핵심 사항들을 다루고 있다. 보고서를 위해 면담한 이들은 중유럽과 동유럽, 동아시아, 라틴 아메리카, 중동 아프리카와 북아프리카, 남아시아, 동남 아시아와 소련연방과 사하라 주변 아프리카 지역 등 각 지역에 있는 전문가들로 새로운 기술을 사용해 투명성과 책임감을 높이는 일을 하고 있다. |
7 | এই বিবরণটি স্বচ্ছতা ও দায়বদ্ধতা আন্দোলনের বর্তমান পর্যায় সম্পর্কে ধারণা দেয় এবং এর প্রভাব মাপার জন্য উদ্দীপক সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ পূর্বাভাস ও প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দেয়। | 이 요약본은 ‘투명성과 책임을 위한 기술' 운동을 정확히 파악하도록 돕고, 앞으로 어떤 영향을 미칠지, 그리고 어떠한 점을 주의해야 하며 어떤 도전사항이 있는지에 대한 흥미로운 가능성을 제시한다. |
8 | স্বচ্ছতা ও দায়বদ্ধতা যারা অনুশীলন করেন তাদের জন্য উদীয়মান প্রযুক্তি সমূহকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার কার্যকর কাঠামোতে নিয়ে আসার জন্য অন্তত চারটি উপায়ের প্রয়োজন: | ‘투명성과 책임'의 영역에서 활동하고 있는 사람들의 경우, 투명성과 책임을 고취하는 일에 기술을 십분 활용하기 위해서는 기술이 앞으로 가질 잠재력을 감안하여 프로젝트를 고안하는 것이 좋겠다. |
9 | আমরা যে প্রকল্পের উপর কাজ করেছি তার বেশিরভাগই সরকারের নির্বাহী অথবা বিধানিক শাখার উপর। | 이 방법으로는 최소 네 가지를 들어볼 수 있다. |
10 | অল্প সংখ্যক প্রকল্প বিচারিক শাখা, গণমাধ্যম, বেসরকারি খাত ও দাতাদের উপর আলোকপাত করেছে। | 우리가 일해온 프로젝트의 대부분이 정부의 행정, 입법기관에 초점이 맞춰져 있고, 작은 수의 프로젝트만이 사법기관, 언론, 개인영역과 기부자에 초점을 맞춘다. |
11 | প্রায় অর্ধেক প্রকল্প নির্বাচন পর্যবেক্ষণের উপর আলোকপাত করছে। | 거의 절반의 프로젝트가 선거 감시에 중점을 두었다. |
12 | যদিও অনেকেই এক্ষেত্রে উশাহিদি ব্যবহার করছে, অনেকে নিজেরা নিজেদের উপায়ে অগ্রসর হয়েছে যেমন অনেকে বিভিন্ন সুত্র হতে প্রাপ্ত নির্বাচন বিষয়ক খবরের সমষ্টি একটি সাইটে প্রবেশ করিয়েছে এবং গুগল ম্যাপস এ নির্বাচন নিয়ে সরকারী প্রতিবেদনগুলি চিহ্নিত করছে। | 많이들 우샤히디(Ushahidi)를 사용하지만, 어떤 이들은 자체적인 접근 방식을 개발해왔다. 이들은 여러 출처에서 나온 선거 관련 뉴스를 한 사이트에 통합하거나 구글 지도에서 공식 선거 모니터링 요원들의 보고서를 추적했다. |
13 | একাধিক প্রকল্প বিভিন্ন অঞ্চলের আইনসভার স্বচ্ছতা উপর আলোকপাত করেছে। এক্ষেত্রে তারা প্রত্যেক প্রতিনিধির বিধানিক বিল অনুসরণ করেছে এবং প্রত্যেক প্রতিনিধির পরিলেখ বানিয়েছে যেখানে তাদের জীবনবৃত্তান্ত ও ভোটের নথি যোগ করেছে। | 여러 지역에서 행해지는 프로젝트는 입법 기관의 투명성 확보에 중점을 두어 입법 발의안을 추적하거나 각 대표의 신상정보의 투표 기록 등의 프로필을 게제하곤 했다. |
14 | অনেকে রাজনৈতিক দলগুলিরও পরিলেখ তৈরি অথবা বিধানিক খরচের নথি তৈরি করেছে। | 어떤 것은 입법부의 지출 기록이나 정당의 프로파일을 포함했다. |
15 | আমরা অর্ধেকেরও বেশি যে প্রকল্পগুলি নথিভুক্ত করেছি তার মূল বৈশিষ্ট্য হচ্ছে ডাটা ভিজ্যুয়ালাইজেশন ও নেভিগেশন যন্ত্র, এছাড়াও নাগরিকদের কাছ থেকে তথ্য সংগ্রহের বিভিন্ন উপায়। | 우리가 조사한 전체의 절반 이상의 프로젝트가 데이터 시각화와 검색 도구들을 핵심 기능으로 사용하고 있었다. 시민들로부터 수집한 다양한 형태의 정보도 이 비슷한 결론을 냈다. |
16 | প্রায় এক-তৃতীয়াংশ প্রকল্প বাস্তবায়নে কোনও না কোনোভাবে মুঠোফোনের ব্যবহার হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই তা টেক্সট মেসেজিং সুবিধা ব্যবহার করে নাগরিকদের তথ্য প্রদান বা তথ্য গ্রহণের মাধ্যমে। | 약 3분의1의 프로젝트가 휴대전화를 어떤 방식으로든 이용하고 있는 것으로 나타났는데 문자 메시지를 통해 시민들에게 정보를 발송하고 수신하는 것이 가장 통상적인 방법이었다. |
17 | স্বচ্ছ নেটওয়ার্কের জন্য প্রযুক্তি ওয়েবসাইট খোলা থাকবে এমন একটি সাইট হিসেবে যেখানে আমরা প্রকল্প, যন্ত্রপাতি ও নতুন ধারণা সকলের সাথে ভাগ করতে পারবো, সফল উদ্যোগগুলোর আসর হিসেবে ব্যবহার করতে পারবো এবং যারা অন্যের কাজ দেখে শিখতে চায় তাদের উপকার করতে পারবো। | ‘투명성 네트워크를 위한 기술' 웹사이트는 저희가 프로젝트, 도구와 아이디어를 공유하는 열린 장소입니다. 또한 이 사이트는 성공한 선두주자와 다른 이들의 일로부터 배움을 얻고자 하는 이들을 위한 만남의 장이기도 합니다. |
18 | আপনি আমাদের মেইলিং লিস্টের গ্রাহক করতে পারেন, অনলাইনে গ্লোবাল ভয়েসেস এর বিশেষ প্রবন্ধ পড়তে পারেন কিংবা অবদান রাখতে পারেন। এবং আমাদেরকে টুইটারে ফলো করতে পারেন (@টেকট্রান্সপারেন্ট) এবং ফেসবুকে লাইক করতে পারেন। | 여러분은 저희의 메일링 리스트에 가입하시거나, 글로벌 보이스 온라인에 전문화된 기사들을 읽거나 기고하실 수 있으며, 페이스북(Facebook)과 트위터 (@techtransparent)에서 저희를 팔로우 하실 수 있습니다. |
19 | এ ক্ষেত্রটি কেবল উদিত হওয়া শুরু হয়েছে, এবং আমরা সহযোগিতা ও সীমান্ত পেরিয়ে যোগাযোগের মাধ্যমে এ বৈশ্বিক প্রচেষ্টাকে সযত্নে লালন করতে চাই। | ‘기술을 통한 투명성 확보'는 급부상하고 있는 영역으로서 저희는 국경을 넘은 협력과 소통을 통해 국제적 노력을 키워나가길 바라고 있습니다. |