# | ben | kor |
---|
1 | ইরানে আংশিকভাবে বিবিসির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার | 이란, BBC 금지조치 임시 해제 |
2 | বিবিসি ফার্সি ইরানের অভ্যন্তরে কাজ করতে না পারলেও এটি সে দেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম। স্টুয়ার্ট পিনফোল্ডের তোলা ছবি। | 이란 현지언론 타스님뉴스는 이란 문화이슬람지도부가 BBC에게 내렸던 금지 조치를 해제하기로 발표했다고 보도했다. |
3 | ফ্লিকর থেকে নেয়া এবং সিসি বিওয়াই-এনসি-এনিডি ২ দশমিক ০ লাইসেন্স এর আওতায় ব্যবহৃত। | 문화이슬람지도부는 이란 국내외 언론을 담당하는 언론 규정을 책임지는 부서이다. |
4 | ইরানের অভ্যন্তরে বিবিসি কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া সম্পর্কে সংস্কৃতি ও ইসলামী পথ নির্দেশন মন্ত্রণালয়ের দেয়া ঘোষণাটি ইরানের তাসনিম সংবাদ সংস্থা প্রকাশ করেছে। | |
5 | ইরানের দেশীয় এবং বিদেশী প্রেস প্রবিধান এই মন্ত্রণালয়টি নিয়ন্ত্রণ করে থাকে। | 이 소식은 타스님뉴스가 문화이슬람지도부 대변인과 인터뷰한 자리에서 발표되었다. |
6 | তাসনিম সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র খবরটি জানিয়েছেন। | |
7 | সাক্ষাৎকারে তাঁরা ঘোষণা করেন, শীঘ্রই বিবিসি ওয়ার্ল্ড বিশেষভাবে সংবাদ সংগ্রহ করে প্রতিবেদনের জন্য নেদারল্যান্ডের বংশোদ্ভূত বিবিসি সাংবাদিকদের একটি দল সে দেশে প্রবেশ করবে। | 지도부 대변인은 이 자리에서 네덜란드 국적 BBC 기자가 BBC 월드 뉴스의 특별 보도를 찍기 위해 이란에 입국해도 좋다고 발표했다. |
8 | মুখপাত্র আরও ঘোষণা করেছেন যে সিদ্ধান্তটি দেশের গোয়েন্দা ও পুলিশ বাহিনী সঙ্গে আলোচনা করে নেয়া হয়েছে। | 지도부 대변인은 또한 이란 정보 당국 및 경찰과 같이 논의한 뒤에 이런 결정을 내렸다고 발표했다. |
9 | অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) কে দেয়া আরেকটি সাক্ষাৎকারে মন্ত্রনালয় থেকে পরবর্তিতে স্পষ্টভাবে জানান হয়েছে যে শুধুমাত্র বিবিসি ওয়ার্ল্ড এর বিশেষ সংবাদ সংগ্রহের জন্য এই পরিবর্তন সাময়িকভাবে স্থায়ী হবে। | 문화이슬람지도부는 이후 AP통신과 인터뷰한 자리에서 이번 결정은 BBC 월드 뉴스의 특별 보도에만 임시로 적용될 것이라고 밝혔다. |
10 | এ বিষয়ে বিবিসি এপি'কে বলেছে, তাঁরা ইরান সরকারের নতুন সিদ্ধান্তের ব্যাপারে এখনও কিছু শোনেনি। | 또한, BBC는 AP통신에 이란 정부가 새롭게 결정한 사항을 이직 BBC에 통보하지 않았다고 밝혔다. |
11 | ইরানিদের অনেকের কাছে দেশের ভেতরে বিবিসি ফার্সি একটি জনপ্রিয় স্যাটেলাইট এবং অনলাইন সংবাদ উৎস। | BBC 페르시아는 이란에서 인기 있는 위성, 온라인 소식통이다. |
12 | উল্লেখ্য, ২০০৯ সালের সবুজ বিপ্লবের সময় বিবিসির বিরুদ্ধে দেশটিতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ এনে কর্তৃপক্ষ তখন থেকে ইরানের অভ্যন্তরে বিবিসি ফার্সি সেবার কার্যক্রম বন্ধ করে দেয়। | 2009년 녹색운동 때 BBC가 사회불안을 일으켰다는 이유로 이란 당국은 2009년부터 BBC 페르시아가 이란 내에서 활동하는 것을 금지한 상태이다. |
13 | বিবিসি ফার্সি ও ইংরেজি উভয় ওয়েবসাইটই ইরানের ভিতরে বন্ধ করে দেওয়া হয়েছে। | BBC의 페르시아어, 영어 웹사이트 모두 이란 내에서는 접속이 불가한 상태이다. |
14 | বিবিসি ফার্সি অনলাইন ২০০৬ সালে সর্বপ্রথম বন্ধ করা হয়েছিল এবং তখন থেকে অবৈধ উপগ্রহের মাধ্যমে ইরানে এর সম্প্রচার দেখানো হচ্ছিল। | BBC 페르시아 온라인은 2006년에 접속이 막혔고, BBC 페르시아가 내보내는 방송은 현재 불법 위성을 통해서 볼 수 있다. |