# | ben | kor |
---|
1 | সিরিয়া: আলেপ্পোর যুদ্ধক্ষেত্র থেকে টুইট | 시리아: 알레포 전선에서 보낸 트윗 |
2 | সাংবাদিক জেনান মুসা আবার সিরিয়ার আলেপ্পো ফিরে গেছেন। সেখানে সরকার ও বিরোধীদের যুদ্ধক্ষেত্রের মাঝ থেকে টুইট করে যাচ্ছেন। | 친정부군과 반정부군 간 내전이 격해지는 가운데, 저널리스트 제난 무사(Jenan Moussa)가 시리아 알레포에 돌아와 그녀의 경험을 트윗으로 전했다. |
3 | তার টুইটগুলো তাত্ক্ষণিক অভিজ্ঞতাপূর্ণ এবং খুবই ব্যক্তিগত। | 무사는 생생하고 다소 사적인 트윗을 통해 독자들에게 분쟁에 휘말린 사람들의 삶의 단편을 보여주고 있다. |
4 | পাঠকরা এই টুইটগুলো থেকে জানতে পারবেন, যুদ্ধক্ষেত্রের মধ্যে জীবন কেমন। @জেনানমুসা: #আলেপ্পোতে ফিরে এসে খুবই ভালো হয়েছে। | 아랍에미리트 두바이의 아랍 알 아안 TV (Arabic Al Aan TV)에서 특파원으로 일하고 있는 무사는 이렇게 관찰했다: |
5 | আমার সব বন্ধুবান্ধবের সাথে দেখা হয়েছে। | @jenanmoussa: #알레포로 돌아와 다시 친구들을 만나니 정말 좋다. |
6 | আমি যেখানে ছিলাম তারচেয়ে শহরটি বেশ ভালো আছে। | 여기에 마지막으로 왔었던 때보다 상황이 훨씬 좋아보인다. |
7 | জনতা যুদ্ধের সাথে জীবন মানিয়ে নিয়েছে। | 사람들이 전쟁에 적응한거겠지. |
8 | আলেপ্পোতে সঙ্গীদের সাথে রাতের খাবার খাওয়ার সময়ে খানিকটা দূরে মর্টারের গর্জন শোনা গেল: | 알레포에서의 저녁은 멀리서 박격포가 떨어지는 소리를 동반한다: |
9 | @জেনানমুসা: আলেপ্পোতে এখন রাতের খাবারের সময়। | @jenanmoussa: #알레포에서 저녁 식사를 할 시간. |
10 | খাবারের তালিকায় আছে দূরের মর্টার গর্জনের প্রতিধ্বনি, যা মেক্সিকান মুরগির ডাকের মতো । | 멀리서 박격포 소리가 들려오는 가운데 멕시카나 치킨을 먹고 있다. |
11 | শহরে এক রাত পার করে মুসা বিস্মিত হয়েছেন: | 도시에서의 하룻밤 이후, 무사는 의아하게 여기는 게 하나 있다: |
12 | @জেনানমুসা: আলেপ্পো থেকে শুভ সকাল জানাচ্ছি। | @jenanmoussa: #알레포에서의 아침. |
13 | ভোর ৬টা পর্যন্ত আমি একটুও ঘুমাতে পারিনি। | 새벽 6시까지 잠을 못 잤다. |
14 | প্রতিবার চোখ বন্ধ করতেই আমি ভেবেছি এই বুঝি বোমা পড়লো! | 눈을 감을 때마다 폭탄이 떨어지는 상상을 했다. |
15 | হায় খোদা, মানুষ এখানে কীভাবে সুস্থ থাকতে পারে? | 다른 사람들은 대체 어떻게 제정신을 유지하는걸까? |
16 | আলেপ্পোর যেখানে ৪৫ দিন আগে স্কাড মিসাইল হামলা হয়েছিল সেখানে ঘুরে এসে তিনি টুইট করেছেন: | 알레포에서 그녀는 45일 전 스커드 미사일이 떨어졌던 곳을 방문했다. 그녀의 트윗: |
17 | @জেনানমুসা: আমি গতকাল #আলেপ্পোর যেখানে ৪৫ দিন আগে স্কাড মিসাইল হামলা হয়েছিল সেখানে গিয়েছিলাম। | @jenanmoussa: 방금 전 알레포에 45일 전 스커드 미사일이 떨어졌던 곳을 방문했다. |
18 | ভাঙ্গা ইট-পাথরের নিচে এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন। | 못 찾은 시신 6구는 아직도 잔해더미 속에 있다. |
19 | ৪৫ দিন আগে আলেপ্পোর যেখানটায় স্কাড মিসাইল হামলা হয়েছিল সেখানে জেনান মুসা। | 알레포에 있는 제난 무사, 45일 전 스커드 미사일이 떨어진 곳이다. |
20 | ছবি: জেনানমুসার টুইটারে শেয়ার থেকে নেয়া। | 제난무사가 (@jenanmoussa) 트위터로 공유한 사진 |
21 | @জেনানমুসা: #আলেপ্পোতে ইট-পাথরের ধ্বংসস্তুপে একজন বাবাকে বসে থাকতে দেখলাম। | @jenanmoussa: #알레포에서 한 아버지가 눈물이 그렁그렁 고인 채 잔해더미 위에 앉아있는 걸 봤다. |
22 | তার চোখে পানি। তিনি তখনো দুই মেয়ে ও স্ত্রীকে খুঁজে চলেছেন। | 아직도 아름다운 두 딸과 아내의 시신을 찾고 있다고 한다. |
23 | @জেনানমুসা: আমি যখন বাবাকে দেখছিলাম, ধ্বংসস্তুপের নিচে তিনি তখন তার বাচ্চার জুতো এবং একগোছা চুল (মেয়েদের চুল) খুঁজে পেলেন। | @jenanmoussa: 그 아버지와 같이 있는 동안, 그는 잔해더미 속에서 아이의 슬리퍼와 머리카락 한 움큼(여자의 머리카락)을 찾았다. |
24 | আমাকে তিনি বললেন, ‘এটা সম্ভবত আমার বউয়ের'। | ‘내 아내 것일지도 몰라요' 라고 말하면서. |
25 | এরকম হতাশাজনক পরিস্থিতিতেও মুসা তার হাস্যরস ধরে রেখেছেন: | 힘든 상황 속에서도 무사는 유머를 잃지 않는다: |
26 | @জেনানমুসা: #আলেপ্পোর অ্যাক্টিভিস্টরা আমাকে নিয়ে বেশ ঠাট্টা-বিদ্রুপ করছে। | @jenanmoussa: 여기 #알레포에 있는 활동가들은 날 비웃곤 한다. |
27 | আমি বাড়িতে কিছু কিছু সময় বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকি। | 집에서 방탄조끼를 입고 있는 게 나밖에 없을 때도 있다. |
28 | আর তারা যুদ্ধের গোলাগুলির শব্দে অভ্যস্ত হয়ে গেছে। | 그들이 전쟁에 익숙해진 탓이다. |
29 | এরপর তারা রাতের খাবার না খেয়েই ঘুমাতে যায়: | 그리고 저녁을 먹지 못하고 잠에 들기도 한다: |
30 | @জেনানমুসা: আজকে আমরা কেউই রাতের খাবার খাইনি। | @jenanmoussa: 오늘은 저녁을 못 먹었다. |
31 | এমনকি কেউ গোসলও করেনি। | 샤워도 못 하고. |
32 | #আলেপ্পোর মতো শহরে এসবের কিছুই দরকার নেই। | #알레포같은 곳에선 (저녁과 샤워가) 필수사항이 아니다. |
33 | শুভ রাত্রি। | 다들 잘 자요. |