Sentence alignment for gv-ben-20120420-25282.xml (html) - gv-kor-20120508-3260.xml (html)

#benkor
1মিশরঃ দেশের প্রথম গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় ঝুঁকির মুখে이집트: 위기에 빠진 이집트 최초의 연구 중심 대학
2গত বছর থেকে মিশরের প্রথম গবেষণা নির্ভর নাইল বিশ্ববিদ্যালয়ের ভাগ্য অনিশ্চয়তার মধ্যে পড়েছে।작년 무렵 부터 이집트 최초의 연구중심대학인 나일 대학 (Nile University)의 앞날이 불투명해졌다.
3১৯৯৯ সালে রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী স্বনামধন্য মিশরীয়- মার্কিন বংশদ্ভূত আহমেদ জেওয়াইল-এর উদ্যোগে যে জিওয়াল সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠা হওয়ার কথা তার সাথে নাইল বিশ্ববিদ্যালয়ের সাংঘর্শিক অবস্থান তৈরি হয়েছে।연구목적으로 지어진 이 대학캠퍼스는 ‘즈왈리 과학기술시' 계획을 위해 ‘양도‘되었다. 이 과학 기술시 계획은 저명한 과학자이자, 1999년 노벨 화학상 수상자인 이집트계 미국인 아메드 즈왈리 (Ahmed Zewali)가 주도한 것이다.
4২০১১ সালের শুরুতে নাইল বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসে স্থানান্তরিত হওয়ার কথা ছিল কিন্তু ক্ষমতা থেকে মুবারকের পতনের পর ভূমি ও স্থাপনা নাইল বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে জেওয়াইল সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি কে প্রদানের সিদ্ধান্ত ঘোষিত হয়।
5আহমেদ নাজিফ-এর সাথে সম্পর্ক থাকার কারনে নাইল বিশ্ববিদ্যালয়কে ভূগতে হচ্ছে।나일대학은 2011년초 이 캠퍼스로 이전하기로 예정되어 있었지만, 무바라크 대통령이 축출되자 캠퍼스 토지와 건물을 즈왈리 과학기술시에 배정한다고 발표했다.
6আহমেদ নাজির হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী যাকে গত বছর দুর্নীতির দায়ে এক বছরের স্থগিত সাজা প্রদান করা হয়েছে।나일 대학은 작년 부패혐의로 1년 집행유예를 선고받은 아메드 나지프 (Ahmed Nazif) 전 총리와 연루되어 홍역을 치뤄왔다.
7দাবি করা হয় যে ভুমির পুনঃবরাদ্দ প্রদান এ পরিস্থিতিকে সংশোধন করেছে। যদিও মিশরের নেটিজনরা এ স্থানান্তরের বিপক্ষে প্রায় একমত।이에 정부의 토지 재분배가 이러한 상황을 ‘바로잡는 조치‘라는 주장도 제기 되었지만 정부의 이번 조치에 대해서는 이집트 네티즌이 이구동성으로 비난을 보내고 있다.
8নাইল বিশ্ববিদ্যালয়, গিজা, মিশর।Nile University, Giza, Egypt.
9ছবি মাহমুদ আলম, উইকিমিডিয়া কমন্স (সিসি বাই- এস এ ৩.Image by Mahmoud Allam, Wikimedia Commons (CC BY-SA 3.0).
10০) সাম্প্রতিক পোস্টে ব্লগার জয়নাব মহামেদ পরিস্থিতি ব্যাখ্যা করেনঃ제이납 모하메드 (Zeinab Mohamed)는 최근 블로그 글을 통해 현 상황을 이렇게 설명하고 있다:
11২০০০ সালের ৬ অক্টোবর তারিখে জেওয়াইল সিটি অব সায়েন্স এন্ড রিসার্চ কর্নারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং এ প্রকল্পে ৩০০ একর ভূমি বরাদ্দ প্রদান করা হয়।2000년 '10월 6일 지역‘에 즈왈리 과학기술시 사업이 첫 삽을 떴으며 300 에이커 상당의 토지가 사업에 배정되었다.
12বাস্তবতা হল এ প্রকল্পটিকে অনেক লাল ফিতা ও আমলাতন্ত্রের দৌরাত্ম্য পোহাতে হয় এবং পরিশেষে জেওয়াইল প্রকল্পটি রাস্ট্রের কাছে হস্তান্তর করা হয়।[…] 이 사업이 극심한 관료주의와 형식주의에 부딪혀 결국 즈왈리가 사업에서 손을 떼고 미국으로 돌아갔다는 정황은 쉽게 납득하기 어렵다.
13[…] মুবারকের পতনের পর এবং প্রধানমন্ত্রী এসসাম শারাফের শাসনামলে আমরা দেখি পুরনো এ জেওয়াইল প্রকল্পটিকে আবারও উত্থাপন করা হয়, উদ্যোগটি নিঃসন্দেহে ভালো যদিও এর জন্য চড়া মূল্য দিতে হচ্ছে।무바라크가 축출되고 에삼 샤라프 (Essam Sharaf) 총리정권하에서 예전의 행복한 시절로 돌아간 지금, 우리는 잊혀졌던 즈왈리 계획이 다시 부활하고 있는 것을 확인할 수 있다.
14নাইল বিশ্ববিদ্যালয়ের অর্জনকে অস্বীকার করে, নাইল বিশ্ববিদ্যালয় (এন ইউ) কে মুছে ফেলে একে জেওয়াইল সিটির সাথে একীভূত করা হচ্ছে।이는 분명히 대단한 계획이긴 하지만, 여기에는 분명한 대가가 있다: 나일 대학의 그동안의 성과를 무시한 체 이 대학을 없애 즈왈리 시 계획에 편입시켜 버린 것이다.
15জেওয়াইল, এন ইউ কে অধিগ্রহণ করবে। এর ছাত্রদের, গবেষকদের কি আদৌ কোনই মূল্য নেই!!즈왈리 시는 나일대학과 재학생, 연구결과물 등을 아무런 대가 없이 빼앗아 갈 것이다.
16এন ইউ-এর নামে বরাদ্দকৃত ১২৭ একর ভূমি পুনঃ বরাদ্দকৃত হয়ে এখন জেওয়াইল সিটির অংশ।나일대학에 재할당된 127 에이커에 건설된 건물들은 지금은 즈왈리 시의 일부가 되었다.
17শুধু তাই নয় এন ইউ- এর ছাত্র ও গবেষকদের প্রতি কোন শ্রদ্ধা না দেখিয়েই স্থাপনা ও এন ইউ- এর পরিষেবা গুলোকে কয়েক মাস ধরে বন্ধ করে দেওয়া হয়েছে!!뿐만 아니라, 건물과 대학 시설은 진행 중인 학생들의 연구에도 아랑곳하지 않고 몇 달 동안 폐쇄되었다.
18ছবি -নাইল বিশ্ববিদ্যালয় রক্ষা করঃ মিশরে গবেষণা বন্ধ কর না- শীর্ষক ফেসবুক পাতা থেকে"이집트의 연구를 말살하지 마라" '나일대학 살리기 (Save the Nile University)' 페이스 북 이미지
19নাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদ আলম মন্তব্য করেনঃ나일대 교수 모하메드 알람 (Mahmoud Allam)은 이렇게 언급했다 [아랍어]:
20ডঃ জেওয়াইলের প্রকল্পের দালান বলে যে দাবি করা হয় তা অসত্য।저널리스트 살라마흐 압둘라미드 ( Salamah Abdulhameed)는 추가로 이렇게 언급하였다 [아랍어].
21২০০০ সালে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর প্রকল্পটি বন্ধ হয়ে যায় এবং কেউই তখন দালান ও অন্যান্য কাজের দায়ভার নেয় নি।
22২০০৩ সালে টেলি যোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক এ জায়গা কেনার আগে এটা পরিত্যক্তই ছিল, ২০০৪ সালের তোলা ছবি এ কথার নিশ্চিত করে।현재 즈왈리는 나일대학의 저명한 이집트 과학자들로부터 이 문제와 관련하여 공격을 받고 있다.
23আরও মজার বিষয় হল ছবি গুলো প্রমান করে যে প্রকৃত পক্ষে ২০০০ সালে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (জেওয়াইল ইউনিভার্সিটি) এর যে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল তার অবস্থান নাইল বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে। সাংবাদিক সালামাহ আব্দুলহামিদ বলেন ঃ그럼에도 그는 설립 5년간 탁월한 성과를 창출한 나일대학을 자신은 없앨 의도가 없다는 점을 확신시킬만한 어떠한 설명도 아직 제시하지 않고 있는데, 이것이 바로 최악의 상황이다. ….
24সবচাইতে বাজে বিষয় হল জেওয়াইল, নাইল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের যে প্রচারনার সম্মুখীন হচ্ছেন সে বিষয়ে তিনি এখন পর্যন্ত কোন সন্তোষজনক সদুত্তর দিতে পারেননি।그는 본인이 태어나고 자란 조국인 미국으로 돌아가기에 앞서, 스스로 ‘우물쭈물' 하기전에 나일대학을 없애고 싶어 할 뿐이다.
25তিনি আমাকে বিশ্বাস করাতে পারেননি যে তিনি পাঁচ বছর ধরে পরিচালিত বৈজ্ঞানিক স্থাপনা এবং এর উল্লেখযোগ্য অবদানকে স্তিমিত করতে চান না[…]।하지만, 이집트 시인인 파로크 고웨다 (Farouk Goweda)는 즈왈리 시 사업을 지지하며 이렇게 썼다 [아랍어].
26তিনি আসলে এটাকে [নাইল বিশ্ববিদ্যালয়] ধ্বংস করতে চান। “ বিব্রত” হওয়ার আগেই তিনি (মার্কিন যুক্তরাষ্ট্রে তার নাগরিকত্ব আছে) যেখান থেকে এসেছেন সেখানে তাঁর ফেরত যাওয়া উচিত।관련 토지가 처음부터 자왈리 시 사업에 배정되었다는 사실을 증명할 기록이 있음에도 불구하고, 나일대학과 통신부 관계자들은 자왈리 시가 나일대학의 토지와 시설을 강제수용하였다는 믿음을 가지고 있다.
27মিসরীয় কবি ফারুক গয়েদা জেওয়াইল সিটিকে সমর্থন করেন। তিনি লিখেছেন:‘나일대학 살리기 캠페인'로고 이미지 출처: ‘나일대학 살리기' 페이스 북 ( 이집트의 연구를 말살하지 말라)
28নাইল বিশ্ববিদ্যালয় ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের বিশ্বাস যে নাইল বিশ্ববিদ্যালয়ের ভূমি, স্থাপনা ও পরিষেবাগুলো জেওয়াইল সিটি জোরপূর্বক অধিগ্রহণ করেছে, সত্য হল এই যে শুরু থেকেই ভূমি জেওয়াইল প্রকল্পের ছিল, সেখানকার ভিত্তিপ্রস্তর সে কথাই প্রমান করে…
29নাইল বিশ্ববিদ্যালয় রক্ষা প্রচারনার লোগো, ছবি-নাইল বিশ্ববিদ্যালয় রক্ষা করঃ মিশরে গবেষণা বন্ধ কর না- শীর্ষক ফেসবুক পাতা থেকে제이납 모하메드 (Zeinab Mohamed)는 온라인 캠페인 페이지에 나일대학 살리기 관련 링크를 소개하였다:
30অনলাইন প্রচারনাকে জয়নাব মহামেদ লিঙ্ক করেছেনঃ나일대학 학생과 연구원들은 나일대학 살리기 캠페인을 시작하였다.
31ছাত্র ও গবেষকেরা এন ইউ রক্ষা কর নামের বড় পরিসরে প্রচারনা চালিয়ে অনলাইন অথবা অফলাইন প্রতিবাদ ও অবস্থান ধর্মঘট করছেন। এখানে এন ইউ রক্ষা কর - এর প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট এবং এর প্রাতিষ্ঠানিক ফেসবুক পাতা।연좌농성을 통한 오프라인 캠페인과 함께, 온라인 캠페인은 다음의 링크된 사이트에서 진행 중이다: 나일대학 살리기 공식 웹사이트와 공식 페이스북 페이지.
32তাঁরা জেওইয়াল সিটির অংশ হতে চান না।대학구성원들은 즈왈리 시 사업의 일부가 되기를 거부하고 있다.
33সহকারী গবেষক হেবা শালাবি নাইল বিশ্ববিদ্যালয়ের পক্ষে অবস্থান নিয়েছেন, এবং তিনি তাঁর অনুষদ ও ছাত্রদের উদ্দেশে ভাষণ দিয়েছেনঃ주임연구원인 헤바 살라비 (Heba Shalaby)는 나일대학 지지 입장을 표시하며, 교수와 학생들에게 이렇게 이야기하였다.
34@হেবাশালাবি: যতক্ষন পর্যন্ত তোমাদের দাবি ন্যায় সঙ্গত ততক্ষন পর্যন্ত তোমরা সর্বাত্মক চেষ্টা চালাবে, তোমাদের ভয়ের কিছু নেই।@HebaShalaby: 당신들이 올바른 명분을 가지고 최선을 다하고 있다면, 더 이상 걱정할 것은 없다.