# | ben | kor |
---|
1 | চীন: বাড়তে থাকা দাম এবং ছাদের উপর বাগান | 중국: 물가상승에 따른 새로운 현상- 옥상텃밭 |
2 | শেনঝেন এবং চীনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা সীমান্ত পাড়ি দিয়ে সস্তায় পণ্য কেনার জন্য হংকং-এ পাড়ি জমাচ্ছে। শেনজেন ভিত্তিক নেটএজ-এর ফটোগ্রাফার সিএস ইলাও-এর সূত্রমতে সেখানকার সাম্প্রতিক এক ধারা হচ্ছে, লোকজন ছাদে নিজেদের জন্য সব্জি উৎপাদন করে পয়সা বাঁচাচ্ছে। | 중국의 물가상승과 심천 사람들이 국경을 넘어 홍콩으로 싼 물건을 찾아 간다는 뉴스와 함께, 심천의 포토블로거 CS Yilao는 사람들이 옥상에 텃밭을 가꾸어 돈을 아끼는 새로운 현상에 대해 소개하였다. |
3 | সম্প্রতি শেনঝেন-এ দাম বেড়ে যাওয়ায় এবং ইউয়ানের বিপরীতে ক্রমাগত হংকং ডলারের অবমূল্যায়ন হওয়ায়, কিছু শেনঝেনবাসী তাদের নিত্যপণ্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য হংকং এ যাত্রা করছে। | 심천의 물가가 지속적으로 상승하고, 중국 위안 대비 홍콩달러의 환율이 떨어지면서, 심천 주민들 중 여럿은 심천에서 홍콩으로 국경을 건너 생활필수품을 사러 가기도 한다. |
4 | আসুন হংকং এবং শেনঝেনে এ সমস্ত প্রতিদিনের খাদ্য সামগ্রীর দামের পার্থক্য কতখানি তা তুলনা করে দেখি: শেনঝেনে এক ব্যাগ রান্নার লবণের দাম ২ আরএমবি (চীনা মুদ্রা), কিন্তু হংকং-এর সুপারমার্কেটে তার দাম ১. | 홍콩과 심천의 생필품 가격 차이를 비교 해 보자. 심천에서 식용 소금은 한 봉지에 2위안에 팔리는데, 홍콩에서는 1.1 홍콩달러, 즉 0. |
5 | ১ হংকং ডলার, যা মাত্র ০. | 9위안에 팔린다. |
6 | ৯০ আরএমবির সমান; শেনঝেনে এক কেজি ফুজি আপেলের দাম ইতোমধ্যে ১২ আরএমবি-তে এসে ঠেকেছে অথবা সেখানে প্রতিটি আপেলের দাম ৪ আরএমবি, কিন্তু হংকং-এ সমান আকারের চারটি আপেল আপনি ১০ হংকং ডলারে কিনতে পারবেন। | 부사(후지 사과)는 심천에서 1kg에 12위안, 한 개에 4위안임에 반해, 홍콩에서는 홍콩달러 10달러에 4개의 사과를 살 수 있다. |
7 | শেনঝেনে ইতোমধ্যে একটি ডিমের দাম বেড়ে ০. ৯০ আরএমবি-তে এসে দাড়িয়েছে। | 심천에서는 달걀 한 개에 0. |
8 | কিন্তু হংকং-এর ওয়েলকাম সুপারমার্কেটে সমান বা সামান্য ছোট আকারের ৩০টি ডিমের দাম ২৩ হংকং ডলার, অথবা প্রতিটি ডিমের দাম ০. | 9위안이지만, 홍콩의 슈퍼마켓에서는 달걀 30개가 23 홍콩달러, 즉 한 개에 0. |
9 | ৭ আরএমবির চেয়ে কম। | 7위안보다 저렴하다. |
10 | দশটি ভিন্ডা নামক টয়লেট পেপারের দাম শেনঝেনের সুপার মার্কেটে ৩২. | 두루말이휴지 10개가 홍콩에서는 32. |
11 | ৫০ আরএমবি, কিন্তু হংকং-এর সুপার মার্কেটে তার মূল্য ২৮ হংকং ডলার; শেনঝেনের সুপারমার্কেটে ৭৫০ মিলিলিটার রিজয়েস শ্যাম্পুর দাম ৩৯ আরএমবি, কিন্তু হংকং-এর সুপার মার্কেটে ৬১ হংকং ডলারে আপনি এ রকম দুটি শ্যাম্পুর বোতল কিনতে পারবেন…. | 5위안인데, 홍콩에서는 28 홍콩달러이다. 750ml짜리 샴푸가 심천에서는 39위안인데, 홍콩에서는 같은 샴푸 두 개를 61 홍콩달러에 살 수 있다…. |
12 | সম্প্রতি শেনঝেন-এ উৎপাদন খরচ বেড়ে যাওয়া সকল স্থানে সব্জির দাম কিলো প্রতি ৯ আরএমবি বা তার চেয়ে বেশী হয়ে গেছে। | 최근, 심천의 물가 상승 때문에, 모든 야채의 가격이 1kg에 9위안 이상이다. |
13 | অন্য প্রদেশ থেকে শেনঝেনে কাজ করতে আসা আমাদের অনেকে এখানকার স্থানীয় বাসিন্দা হিসেবে নিবন্ধনকৃত ব্যক্তিদের মত সহজেই হংকং-এ ভ্রমণের অনুমতি পায় না। | 나와 같은 많은 다른 지방에서 와서 심천에 살고 있는 사람들은 심천 토박이보다 홍콩으로 가는 여행허가증이 쉽게 나오지 않는다. |
14 | নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আমরা সীমানা পাড়ি দিয়ে হংকং-এ যেতে পারি না, কিন্তু তবে এ থেকে মুক্তি পাওয়ার একটি উপায় রয়েছে; সেটি হচ্ছে আমাদের ছাদ, বায়ু চলাচল পূর্ণ এবং বিশাল জায়গা সম্বলিত এই সমস্ত ছাদ যদি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, তাহলে তা কতই না এক বাজে ব্যাপার হবে। | 그래서 우리는 홍콩으로 생필품을 사러 가려고 국경을 건너지 못하지만, 우리에게도 옥상텃밭이라는 돌파구가 있다. |
15 | সামান্য হাতের কাজ এবং কিছু মাটি থাকলে আমরা আমাদের জন্য এক বাগান তৈরি করে ফেলতে পারি। | 만약에 우리가 이 넓은 옥상을 이용하지 않으면 얼마나 낭비겠는가. |
16 | যতক্ষণ না তারা আমাদের ভবনগুলো ভেঙ্গে ফেলতে পারছে, ততক্ষণ আমরা আমাদের জন্য এই প্রথা বেছে নিতে পারব এবং নিজেদের খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সব্জি উৎপাদন করতে সক্ষম হব। | 우리가 몸을 조금만 더 움직이고, 흙만 조금 있으면 우리에게도 우리가 먹을 만큼의 농작물을 생산할 수 있는 텃밭이 생긴다. |
17 | এ ভাবে আমরা চাষের মাধ্যমে কিছু জিনিস পেতে পারি। একদিন আমি বেশ সকালে উঠলাম এবং বারান্দায় গেলাম। | 당국에서 우리 집을 없애지 않는 한, 우리는 이 텃밭에서 우리가 먹을 것을 기를 수 있다. |
18 | সেখান থেকে আমরা চারপাশে যে সমস্ত ছাদ রয়েছে, সেগুলোর দিকে তাকিয়ে একটি বিষয় লক্ষ্য করলাম। | 어느 날 아침 일찍 일어나서 발코니에서 밖을 보니, 집 주변 건물들의 옥상에 무언가가 있는 것을 발견했다. |
19 | আমি আমার দুরবীন নিয়ে এলাম এবং খুব সতর্কতার সাথে চারপাশে তাকালাম, এতে খেয়াল করলাম যে আমি ছাদের উপর যে সমস্ত বাগান রয়েছে সেদিকে তাকাচ্ছি। | 망원경을 꺼내서 자세하게 관찰한 결과, 다른 건물에도 옥상텃밭이 있는 것을 알아냈다. |
20 | প্রতিটি কোণায় বাগান; এখানে বাড়ির মালিক তার চারা গাছগুলোতে পানি দিচ্ছে। | 각 코너에 있는 텃밭들. 주인이 배추에 물을 주고 있었다. |
21 | এই দুই প্রতিবেশীকে দেখে মনে হচ্ছে তারা একে অপরকে বাগান করার বিষয়ে পরামর্শ প্রদান করছে। | 이 두 이웃은 서로 텃밭 가꾸는 정보를 나누고 있다. |
22 | সকলের নিজস্ব ছোট বাগান রয়েছে এবং তারা একে অপরকে প্রয়োজনে সাহায্য করছে এবং পরস্পরের সাথে সবকিছু আদান প্রদান করছে। | 모든 사람은 자기의 땅이 있고, 사람들은 서로 서로 돕는다. |
23 | এখানে চারা রোপন করার পাত্রগুলোকে একপাশে রাখা হয়েছে এবং সেখানে পুনরায় চারা বপন করা হবে। | 주인들이 새로 싹을 심으려고 화분들을 치워놓았다. |
24 | এমনকি তারা গ্রীনহাউজ নামক প্রযুক্তি ব্যবহার করছে।. | 이 사람들은 심지어 온실까지 만들어놓았다. |
25 | এই সমস্ত লোকেরা ভালো ভাবে প্রস্তুতি নিয়েছে, নির্মাণ সামগ্রীর সকল উপাদান এখানে আনা হয়েছে, মনে হচ্ছে তারা সকলে সবকিছুর জন্য তৈরি। | 이 사람들은 준비를 잘 해서 건설 자재까지 이용하였다. 옥상텃밭에 총력을 다 하는 것 같다. |