Sentence alignment for gv-ben-20110706-18640.xml (html) - gv-kor-20110707-2040.xml (html)

#benkor
1সিরিয়াঃ গুলি খাওয়ার পরেও কি কেউ নিজের ভিডিও নিজে ধারণ করতে পারে?시리아: 저격수에게 자신이 저격당하는 모습을 찍은 남자?
2সিরিয়া৭রা, নামক ব্যবহারকারী ইউটিউবে এক সিটিজেন ভিডিও পোস্ট করেছে।이 글은 글로벌보이스의 2011 시리아 민중봉기 특별취재의 일부입니다.
3প্রচার মাধ্যম এবং নেট নাগরিক উভয়ে এই ভিডিওর গ্রহণযোগ্যতার প্রতি বিস্ময় প্রকাশ করেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এক নাগরিক সাংবাদিক যে কিনা সিরিয়ার চলমান গণ্ডগোলের দৃশ্য ধারণ করেছিল, যেখানে মনে হছে সেই ভিডিওতে তার মৃত্যুর দৃশ্য ধরা পড়েছে। http://youtu.be/cp_ajN7Kqvc아래의 시민 동영상은 유튜브 유저 syria7ra가 올린 것으로, 시리아의 혼란을 기록하고 있던 시민 기자가 본인의 죽는 순간을 포착한 영상 같아 보인다.
4গার্ডিয়ান ইউকে নামক প্রত্রিকা এই ভিডিওর সংবাদ প্রচার করে এবং তারা যতটা তথ্য পেয়েছিল তার বিস্তারিত তারা তুলে ধরে।그러나 언론과 네티즌들은 이 영상의 진위성에 대해 의심의 눈초리를 거두지 않고 있다.
5এই ভিডিওটি সিরিয়ার হোমস শহরে ধারণ করা হয়েছিল।http://youtu.be/cp_ajN7Kqvc
6영국의 가디언 신문은 이 비디오와 비디오에 관한 사실들을 다루는 보도에서 이 비디오가 홈스(시리아의 도시)에서 촬영되었다는 점, 그리고 영상이 시작할 때 나레이터가 2011년 7월 1일, 시위가 있었던 날도 아니고 다른 특별한 이유가 없는 상황에서 누군가가 캄 알 샴(Karm al-Shami) 지역 주민들에게 총을 겨누고 있다는 사실을 설명했다.
7এই ভিডিও-তে ধারা বর্ণনাকারী বলছে কি ভাবে ১ জুলাইতে নাগরিকদের উপর গুলি বর্ষণ করা হচ্ছিল, যদিও সেদিন কারাম আল শাম নামক এলাকায় কোন বিক্ষোভ বা দৃশ্যত কোন গুলি করার মত কারণ দেখা যায়নি।[역자주: 캄 알샴은 시리아의 홈스 도시의 중심부에 있는 지역이다.] 그러나 이 보도는 카메라맨의 신원이 밝혀지지 않았다는 것과 비디오의 진위성을 파악할 수 없었다는 것을 명확히 했다.
8তবে তারা নিশ্চিত করে যে এই ভিডিওর ক্যামেরাম্যানের পরিচয় বের করা যায়নি এবং এই ভিডিওর সত্যতা তারা প্রমাণ করতে পারেনি।비디오에 달린 댓글들 사이에서도 의심스럽다는 반응들이 있었다:
9ইউটিউবের মন্তব্য বিভাগে এর সত্যতা নিয়ে সেই অনিশ্চয়তার বিষয়টি ধরা পড়েছে: জনির৮২ লিখেছে:JohnyR82 은 이렇게 썼다:
10আমি ঠিক নিশ্চিত নই, এটা সত্য না ভুয়া, তবে নিশ্চিত ভাবে বলা যায় এখানে কিছু প্রশ্ন রয়েছে।전 이게 진짜인지 가짜인지 잘 모르겠지만, 몇 가지 의문점이 있긴 해요.
11যেমন কে এই ভিডিও ধারণকারী নাগরিক?예를 들어서 저 시민은 누구였죠?
12তার নাম কি?이름은 뭡니까?
13কখন এবং কোথায় এই ঘটনাটি ঘটেছে?어디서 그리고 언제 저 일이 일어났죠?
14আমি মনে করি, তার মোবাইল ফোনে ধারণ করা ভিডিওটি সরাসরি ইউটিউবে উঠিয়ে দেওয়া হয়নি।제 말은, 저 사람 휴대폰 속 영상이 자기 스스로 유튜브에 올라온 건 아니라는 거죠.
15কেউ একজন তার ফোনটা নিয়ে সেখান থেকে এই ভিডিওটি কম্পিউটারে নিয়ে নেয়, তারপর কম্পিউটার থেকে ইউটিউবে উঠিয়ে দেয়।누군가 그의 휴대폰을 가져가서, 비디오를 컴퓨터로 옮기고 유튜브에 업로드 했어야 합니다.
16আর এই ক্ষেত্রে এই মৃত ব্যক্তির বিস্তারিত বর্ণনা, সময়, ঘটনার স্থান এবং এ রকম আরো কিছু তথ্য থাকার দরকার ছিল।그리고 이런 상황에선 죽은 사람, 시간, 장소 뭐 이런 세부 사항들이 있을 거예요.
17কোন প্রেক্ষাপটের বর্ণনা ছাড়া অস্পষ্ট এই ভিডিওটি বিশ্বাসযোগ্য নয়।어떤 내용도 없는 흐릿한 비디오는 충분치 않아요.
18এই ভিডিওতে যে কন্ঠ শোনা গেছে তাহাবালি তা ইংরেজিতে অনুবাদ করতে সাহায্য করেছে:Tahabali는 비디오 안의 음성들을 영어로 번역하는 데 일조했다:
19অনুবাদ: সে প্রথমে বলল: “কারাম এল-শামি নামক এলাকায় নিরাপত্তা রক্ষীরা জনতার উপর গুলি চালাচ্ছে [কারাম এল শামি হচ্ছে হোমস-এর কেন্দ্রীয় এলাকা], কোন কারণ ছাড়াই, তারা গুলি ছুড়তে শুরু করেছে, এমনকি এখানে কোন বিক্ষোভের চিহ্ন দেখা যাচ্ছে না, আজ ১ জুলাই, ২০১১-তে।”번역: 맨 처음 그가 말하길 “2011년 7월 1일 오늘 경찰 병력이 캄 알 샴 지역 사람들에게 시위도 아닌, 그 어떤 이유도 없이 총을 쏘고 있다.”
20যখন তার শরীরে গুলি লাগে, মনে হয় তখন একজন বন্ধু তার দিকে এগিয়ে আসে সে উপলব্ধি করে যে তার শরীরে গুলি লেগেছে, তখন সে বলে” তোমার মাথায় গুলি লেগেছে?총에 맞은 이후, 친구가 그에게 다가와 묻기를 “머리에 맞았어?
21হে খোদা!맙소사!
22হে খোদা!”।맙소사!”
23মনে হয় এরপর যেন তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, সম্ভবত সে কোন কিছুর দিকে নির্দেশ করে বলতে থাকে, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, সবশেষে তার বন্ধুকে বলতে শোয়ান যায়, তুমি চাইছো, আমি ভিডিও করতেই থাকি?”그리고 나서, 잘 알아들을 수는 없지만, 계속 “빨리, 빨리” 라고-어쩌면 뭔가를 향해 손가락질을 하면서-말한다.
24নিরোফেইটও এই ভিডিওর উপর সাড়া প্রদান করেছে:그의 친구는 마지막으로 이렇게 말한다.
25এটা খুব বীভৎস!“나보고 찍어달라고?”
26এটা একটা ভুয়া ভিডিও, এই মন্তব্যের সাথে আমি একমত নই।nerophyte 또한 이렇게 말한다: 말도 안돼!
27যে ব্যক্তিটি এই ভিডিওটিও ধারণ করছিল, সে খুব শঙ্কিত ছিল এবং গুলি করার ২. ৫ সেকেন্ড আগে পর্যন্ত সে খেয়াল করেনি যে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হচ্ছে।이 비디오가 가짜라는 의견들엔 동의하지 않지만, 이걸 찍고 있던 사람은 너무 긴장한데다가 정신도 산만해져서 저격수가 실제로 총을 쏘기 2.5초 전에 그를 겨누는 걸 발견하지 못했어요.
28যখন আমি প্রথম্বার এই ভিডিওটি দেখি তখন আমি খেয়াল করি যে ওই কুত্তার বাচ্চা ক্যামেরার দিকে বন্দুক তাক করেছে।이걸 처음 봤을 때 난 그 개XX가 카메라에 총을 겨누는 걸 봤다구요.
29আমি এখানে এই মন্তব্যকারীর সাথে একমত যে এখন কেউ একজন তার দিকে বন্দুক তাক করতে দেখে তথন সে সম্ভবত জমে যায়। কিন্তু আমি এখনো মনে করি যে এখানে তার প্রতিক্রিয়া না থাকার কারণ (হাঁস!) এই সকল আওয়াজের কারণে নার্ভাস হয়ে যাওয়া/ নজর না দেওয়া।사람들 말처럼 아마 누군가 자기한테 총을 겨누고 있으면 얼어버리겠지만, 그래도 전 그가 (몸을 숙이는 등의) 반응을 하지 않은 이유가 이 소동에 의한 혼란 때문이였다고 생각해요.
30টিএইচ৩এ৫ হচ্ছে তাদের মধ্যে একজন যে বিশ্বাস করে যে এই ভিডিওটি একটি প্রতারণা:Th3a5는 비디오가 가짜라고 믿는 사람들 중 한 명이다.
31ভুয়া এক ভিডিও !이건 가짜야!!
32আমি এখানে বন্দুক থেকে গুলি ছোড়ার কোন ঝলকানি দেখতে পাইনি এবং ক্যামেরাটি লুকানো ছিল। বাস্তবে এই ঘটনার পর হাত থেকে ক্যামেরাটা পড়ে যেত, ইত্যাদি……সব কিছুকে আরো খারাপ করে দেবার জন্য আরেকটা ভুয়া জিনিষ তৈরি করা হল।난 총에서 나오는 섬광도 못 봤고, 원래 현실에선 카메라가 떨어져야 하는 데 카메라가 숨어있었어…이건 더 큰 혼란을 일으키기 위한 가짜야.
33এবং বিএস৯আরডাব্লিউবিবি -এর এই ভিডিওর বিষয়ে প্রতিক্রিয়া ছিল, এটি খানিকটা বিভ্রান্তিকর, যে এই সংঘর্ষের যারা বাইরে অবস্থান করছে তাদের সাহায্য করার জন্য কি করা যেতে পারে তাই নিয়ে ভাবছে:그리고 bs9rwbb은 이 사건 밖의 사람들이 도움의 손길을 내밀 방법에 대해 혼란스러워하며 말한다: 정말 슬프네요.
34এটা খুব বেদনাদায়ক, আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ার জন্য সত্যি কিছু করতে চায়।국제 사회가 시리아에 뭔가 조치를 취해야하지만, 뭘 해야 할 지 말할 수가 없어요.
35কিন্তু সেখানে কি ঘটছে সে সম্বন্ধে বলা খুব কঠিন।몇몇 댓글들은 정말 무책임해요.
36এখানে আসা কিছু মন্তব্য বেশ অর্থহীন, যে মানুষটি ভিডিও ধারণ করেছে যে তার জীবনের জন্য সম্মান বয়ে আনবে এমন কিছু করতে চেয়েছিল এবং এর জন্য তাকে চরম মূল্য দিতে হয়েছে।저 남자는 자기 삶에서 뭔가 명예로운 걸 하려다가 가장 큰 대가를 치뤘어요. 당신들 대부분보다 더 용감한 사람이란 말입니다.
37সে তোমাদের মত বেশীর ভাগ মানুষের চেয়ে সাহসী।이 글은 글로벌 보이스의 2011 시리아 민중 봉기 특별취재의 일부입니다.