# | ben | kor |
---|
1 | নাগাসাকিতে একটি মিথষ্ক্রিয় সফরঃ বোমা বর্ষণের আগে এবং পরের চিত্র | 나가사키 탐방, 핵폭탄이 떨어지기 전과 후 |
2 | নাগাসাকি শহরের ইউরাকামিতে ২০১৫ সালে আণবিক বোমা কেন্দ্র। | 핵폭탄이 떨어졌던 나가사키 우라카미를 찍은 현재 모습. |
3 | নেভিন থম্পসনের তোলা ছবি। | Photo by Nevin Thompson. |
4 | জাপানের দক্ষিণ-পশ্চিমের শহরটিতে ১৯৪৫ সালের ৯ আগস্ট তারিখে পারমাণবিক বোমা নিক্ষেপের আগে ও পরের নাগাসাকির একটি মিথস্ক্রিয় মানচিত্র তৈরি করতে গুগল আর্থ ব্যবহার করেছে দ্যা নাগাসাকি আর্কাইভ। | |
5 | এই ওয়েব টুলটি মূলত সমগ্র ওয়েব জুড়ে ছড়িয়ে থাকা তথ্যগুলো সংগ্রহ করেছে এবং বোমা বিস্ফোরণে বেঁচে যাওয়া মানুষগুলো ইউটিউবে যে গল্প বলেছেন তার সাথে মিলিয়ে দেখছে। | 나가사키 기록 보관소는 구글 어스를 사용해서 1945년 8월 9일 나가사키에 핵폭탄이 떨어지기 전과 후를 비교한 쌍방향 지도를 만들었다. |
6 | উদাহরণ স্বরূপ বলা যায়, বোমা বিস্ফোরণগুলো যখন ঘটেছে তখন যারা নাগাসাকিতে ছিলেন তাঁদের সুনির্দিষ্ট অবস্থান সহকারে তথ্য সংগ্রহ করা। | 이 웹 도구는 인터넷에서 정보를 수집해서 전시하는데, 유튜브에 있는 생존자 증언을 토대로 이 생존자들이 나가사키에서 핵폭탄이 터질 당시에 어디 있었는데 지도에 정확히 표시하여 보여준다. |
7 | নাগাসাকি আর্কাইভ পরিচালনা করতে উইন্ডোজ অথবা ম্যাক ওএসএক্স ১০ দশমিক ৬+ এর জন্য গুগল আর্থ প্লাগ ইন প্রয়োজন। | 윈도우스나 맥 OSX 버전 10.6+용 구글어스 플러그인을 설치해야 나가사키 기록 보관소가 만든 지도를 이용할 수 있다. |
8 | এছাড়াও হিরোশিমা পারমাণবিক বোমা বিস্ফোরণের ঘটনা খুঁজে বের করতে ওয়েবসাইটটি একই ধরণের ওয়েব টুল তৈরি করেছে। পাশাপাশি ১৯৪৫ সালের শুরুর দিকে ওকিনাওয়ার রক্তাক্ত যুদ্ধ যেখানে ১ লক্ষ ৫০ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে, সেই ঘটনাগুলোও একইভাবে তুলে ধরা হয়েছে। | 나가사키 기록 보관소 웹사이트에는 이와 비슷한 웹 도구가 있어서 히로시마에 핵폭탄이 떨어졌을 당시 상황을 눈으로 볼 수 있고, 1945년 초반, 민간인 15만 명 이상이 목숨을 잃은 오키나와 전투 당시 상황도 볼 수 있다. |