# | ben | kor |
---|
1 | সিরিয়ার বিপন্ন ঐতিহ্যবাহী স্থানগুলো সংরক্ষণ করুন | 위험에 처한 시리아 유적지를 구하라 |
2 | এই পোস্টটি আমাদের সিরিয়ার বিক্ষোভ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ। | 본 기사는 2011/2012 시리아 시위 특별 취재의 일부입니다. |
3 | মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি সিরিয়ার ঐতিহ্যের বিরুদ্ধেও একটি গণহত্যা চলছে। | 심화하는 유혈사태로 사망자 수는 나날이 증가하고 있다. |
4 | এই সমস্যাটি সম্পর্কে মূলধারার এবং সামাজিক উভয় মিডিয়াতেই সামান্যই বলা হচ্ছে। উদাহরণস্বরূপ, আপনি কি জানেন যে এই দেশের ছয়টি সাইট ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ (বিশ্ব ঐতিহ্য) তালিকাভুক্ত? | 이와 함께 시리아를 가득 채운 역사적 유물들도 파괴되고 있는 실정이지만 이를 성토하는 주류 언론의 보도는 물론 소셜미디어의 모습 또한 보기 힘들다. |
5 | সেগুলো হলো প্রাচীন নগরী আলেপ্পো, প্রাচীন নগরী বসরা, প্রাচীন নগরী দামেস্ক, উত্তর সিরিয়া প্রাচীন কিছু গ্রাম, ক্র্যাক দে শ্যাভেলিয়ে এবং পালমিরার কাল'আত সালাহ এল-দিন। | 이 글을 접한 여러분은 시리아가 유네스코 에 등재된 세계문화 유적지만 6곳이나 이르는 중동의 역사박물관이란 것을 알고 있는가? |
6 | এছাড়াও আরো ১২টি ঐতিহাসিক স্থান একটি সম্ভাব্য তালিকায় রয়েছে। | 시리아 제2의 도시인 알레포 성채를 비롯, 보스라, 다마스쿠스, 등이 문화유산으로 이름을 올리고 있다. |
7 | ৩০শে মার্চ, ২০১২ তারিখ থেকে ইউনেস্কো বিশ্বের কাছে সিরিয়ার পুরাকীর্তি সংরক্ষণের আবেদন করেছে। ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা বলেছেন: | 이들 유적지 외에도 등재를 기다리는 고대 유물들이 전국에 12곳이나 산적해 있는 곳이 바로 이곳, 시리아다. |
8 | “দেশের ঐতিহ্যের ক্ষতি মানে দেশটির মানুষের আত্মা এবং তাদের পরিচয়ের ক্ষতি।” | 지난 3월30일부터 유네스코는 지속적으로 전세계에 시리아 유적 보호 메세지 보내고 있다. |
9 | বিশেষ করে বিদ্রোহী ও শাসকগোষ্ঠীর সেনাবাহিনী ক্রসফায়ারের মধ্যে পড়ে গিয়েছে আলেপ্পো নগরী। | 이리나 보코바 유네스코 사무총장은 다음과 같이 말했다. |
10 | এটাই আরো একবার জাতিসংঘের প্রতিষ্ঠান এবং এর অধীনস্থ ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সতর্কীকরণে উৎসাহিত করেছে। | “찬란한 유산의 파괴는 시리아 국민의 영혼과 정체성에 상처를 내는 것과 진배없다” |
11 | ধ্বংস, লুটতরাজ, লুণ্ঠন এবং অবৈধ পাচার… হাজার হাজার বছর ধরে টিকে থাকা ধনসম্পদের এটাই ভাগ্য। | 알레포 성채는 반군에 대한 공세 과정에서 정부군의 포격으로 파괴되었으며 유네스코 세계유산위원회(WHC)는 우려를 금치 못했다. |
12 | সিরিয়ার ইতিহাসের ক্ষতি নথিবদ্ধ করতে ‘হুমকির মুখে সিরিয়ার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য' শিরোনামে একটি ফেসবুক পৃষ্ঠা এবং ইউটিউব অ্যাকাউন্ট তৈরী করা হয়েছে যেখানে আরবি, ফরাসি, ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় তথ্য পাওয়া যাচ্ছে। | 파괴, 약탈, 밀수…수 천년의 세월을 견뎌온 알레포의 운명은 결국 이것이란 말인가. 유적에 가해지는 피해 내역을 꼼꼼히 기록하기 위해 위협받는 시리아 문화유산이라 명명된 페이스북 페이지와 유튜브 채널이 개설됐다. |
13 | সেই পৃষ্ঠাটির পিছনের কারো আসল পরিচয় দেয়া হয়নি। | 상기 페이지는 아랍어, 영어, 프랑스어, 스페인어로 제공된다. |
14 | তবে মনে হয় তারা সেই দেশে কাজ করা সিরিয়ার বা অভিবাসিত প্রত্নতাত্ত্বিকদের একটি গোষ্ঠী। | 이들 페이지의 운영자에 대해선 아무것도 알려진 것이 없지만 한때 정부에서 일한 국내, 혹은 국외거주의 고고학자들이 아닐까 추정된다. |
15 | কোন একটি নোটের এই আবেদনটি আমরা পড়তে পারি: | 이 들이 남긴 기록 중에 이런 탄원도 있었다: |
16 | শান্তির জন্যে আমাদের সবচেয়ে আন্তরিক শুভেচ্ছা পাঠানো ছাড়া তাদেরকে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে আমাদের সাহায্য করার তেমন কিছু নেই। | 그저 하루빨리 평화가 정착되길 바라는 것 외에는 이 상황을 끝내기 위해 우리가 할 수 있는 것이 많아 보이진 않는다. |
17 | তবে আমরা কিছু একটা করতে পারি। | 그러나 한 가지 우리가 할 수 있는 것이 있다. |
18 | সিরীয়রা দেখছে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য কেমন বিপদের মধ্যে আছে কীভাবে এগুলোর গুরুত্বপূর্ণ ক্ষতি হচ্ছে। | 시리아 국민들은 자국의 문화 유산이 위협받고 있는 명백한 상황을 눈으로 똑똑히 지켜보고 있다. |
19 | তাদের সমষ্টিগত সাংস্কৃতিক ঐশ্বর্যের একটি অংশ নাটকীয়ভাবে হারিয়ে যেতে পারে। | 유구한 문화재를 일순간에 잃게 될 수도 있는 것이다. |
20 | এই ঐতিহ্য রক্ষা প্রচেষ্টায় অবদান রাখতে আমরা যা করতে পারি তা হলো: আমরা মাটি খূঁড়ে পাওয়া আমাদের সব প্রত্নতাত্ত্বিক উপাদান স্থানীয় জাদুঘরে পাঠিয়ে দিয়েছি অথবা আমাদের মিশন ঘরে রেখে এসেছি। | 그렇다면 시리아의 유산을 보호하는데 우리가 할 수 있는 일은 무엇일까. 우리는 발굴 현장서 발견한 모든 고고학적 자료들을 지역 박물관에 보내거나 미션하우스에 보관해두었다. |
21 | দেশের অনেক অঞ্চলে বিদ্যমান অনিশ্চিত পরিস্থিতির কারণে এইসব উপাদানের বেশিরভাগ হারিয়ে যেতে পারে। | 시리아의 국내 사정이 워낙 예기치 않게 흘러가기에 자칫하면 이들 자료들이 공중분해될 공산이 있기 때문이다. |
22 | তাই প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন হারিয়ে যেতে পারে এমন উপাদানগুলোর আমাদের আর্কাইভ তালিকা এবং ক্যাটালগগুলো প্রস্তুত করে রাখি। | 자, 친애하는 동료들이여, 이런 상황에 대비하여 우리가 할 일은 우리의 기록 보관소, 자료 목록 등을 준비하는 것이다. |
23 | সময় হলে এই কাজটি সমস্যার পূর্ববর্তী পরিস্থিতিতে খুঁড়ে বের করা প্রত্নতাত্ত্বিক উপাদানসমূহের আরো ভাল রূপরেখা প্রণয়নে অবদান রাখবে। | 분명히 차후 문제가 발생하기에 앞서 고고 유적 발굴 상황을 개략적으로 그려볼 수 있는데 도움이 될 것이 자명하다. |
24 | উদাহরণস্বরূপ এটি হোমসের বাব আল দ্রেইবের ঐতিহাসিক এলাকাতে ধ্বংসের একটি উদাহরণ: | 홈즈의 밥 알 드레이브의 역사 구역이 유린당하는 모습을 통해 유적지 파괴의 단면을 엿볼 수 있다. |
25 | ধ্বংস করা হোমস নগরের বাব আল দ্রেইবের ঐতিহাসিক এলাকা | 참혹하게 파괴된 홈즈의 밥 알 드레이브 역사 구역의 모습 |
26 | এটি হোমসের বাব আল তুর্কমান: | 마찬가지로 홈즈 밥 알 투르크만의 모습이다. |
27 | হোমস ধ্বংসের আগের আরেকটি ঐতিহাসিক অংশ | 홈즈의 또다른 유적지의 참혹한 모습 |
28 | এবং এটি বিখ্যাত আলেপ্পো দূর্গ আগে এবং পরে:: | 유명한 알레포 성체의 파괴 전 과 후의 모습. |
29 | একসময়ের খুব বিখ্যাত আলেপ্পো দূর্গটি একটি পাথরের ব্লক। | T한 때 위용을 자랑했던 유명한 알레포 성체의 위풍당당한 모습 |
30 | বিখ্যাত আলেপ্পো দূর্গ এরকম হয়ে উঠছে মিদান এলাকার প্রাচীন বাজারটিও ক্ষতিগ্রস্ত হয়েছে: | 한 때 활기가 넘쳤을 다마스쿠스 미단 지역의 한 재래 시장 |
31 | দামেস্কের মিদান এলাকার পুরানো বাজারের দশা এরকম হয়েছে | 유투브를 통해서도 심각하게 훼손되고 파괴된 유적지의 모습을 볼 수 있다. |
32 | ইউটিউবে কিছু সংখ্যক ভিডিও ঐতিহাসিক স্থানের সাইটের ক্ষতির পরিমাণ প্রদর্শন করছে। | 폭격을 맞은 텔 비스의 아무 우베이다 알 자라 사원의 모습: |
33 | এখানে একটি নমুনা দেয়া হলো: | 알레포시의 모습 |
34 | এটি বোমা বর্ষিত তেল বিসি'র এটি আবু উবাইদাহ আল জাররাহ মসজিদ: | 마찬가지로 폭격의 희생물이 된 사이드나야 수도원l: |
35 | প্রাচীন নগরী আলেপ্পোর অবস্থা একটি শেলের আঘাতপ্রাপ্ত সাইদানিয়ার মঠ: | 콸라트 엘 무지크(라틴명 아파메이아)의 모습 |
36 | কালা'ত আল মাদিকে বোমাবর্ষণ- আপামে দূর্গ | Avaaz에서도 시리아의 문화 유산 보호 청원을 제출할 수 있다. |
37 | সিরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করার জন্যে একটি পিটিশন আভা'জ-এ পাওয়া যাচ্ছে। | 본 기사는 2011/2012 시리아 시위특별의 일부입니다. |