# | ben | kor |
---|
1 | কুয়েত: আসুন টমেটোকে পচতে দেই! | 쿠웨이트: 토마토 가격 폭등 |
2 | কুয়েতে এখন টমেটোর দাম এক মাস আগে যা ছিল, তার চেয়ে আট গুণ বেশি হয়ে গেছে-আর নেট নাগরিকেরা এ ভাবে এক লাফে টমেটোর দাম বাড়ে যাবার বিষয়টিকে সহজ ভাবে নেয়নি। | 쿠웨이트에서 토마토 가격이 한 달 사이 무려 8배나 뛰었다. |
3 | কি কারণে কয়েক দিনের মধ্যে এক বাক্স টমেটোর দাম আধা দিনার (১. ৭০ ডলার) থেকে হঠাৎ এক লাফে বেড়ে ৪ কুয়েতি দিনারে (১৪ ডলার) পরিণত হয়েছে, তারা এর কোন কারণ খুঁজে পাচ্ছে না। | 네티즌들은 이런 가격 변동에 불편해 하며, 왜 토마토 한 박스의 가격이 며칠 만에 반 디나르(1.70달러)에서 KD4(14달러) 로 올랐는지 납득할 수 없다는 눈치다. |
4 | আলডেস্টোর লিখেছে: | 알데스터라는 블로거는: |
5 | আমাদের অথর্ব সংসদ সদস্যদের প্রতি সম্বোধন করা উত্তেজনাপূর্ণ ভাষণে প্রধানমন্ত্রী তার ক্রমাগত বিশ্ব ভ্রমণের বিষয় সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করেছেন এই বলে যে, তিনি কুয়েত এবং উপসাগরীয় এলাকার বাকী অংশের মানুষের আগামী ১৫ বছর পরের খাদ্য নিরাপত্তার উপায় খুঁজছেন। | 우리의 쓸모없는 국회의원들을 위한 연설에서, 총리는 자신의 잦은 여행이 15년 후 쿠웨이트와 걸프 지역에서 필요할 식량을 책임질 방법을 찾기 위해서였다고 변명했습니다. 총리님, 혹시 2010년 현재 우리가 야채 가격 폭등으로, 토마토 가격 인상으로 고통받고 있는 건 아시는 겁니까? |
6 | মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শঙ্কিত যে, সেই সময় আপনাকে আঘাত করবে, আর আমরা এই ২০১০ সালের সব্জির দাম বেড়ে যাওয়ার কারণে সমস্যায় পড়ে গেছি, বিশেষ করে প্রধান সব্জী টমেটোর দাম বাড়ার কারণে। | 에인 바그지 는 문제가 가격 폭등이 아니라 대처하는 방법에 있다고 말한다: 문제는 장사의 기본적인 순환 구조를 이해하지 못하는 소비자들에 있습니다. |
7 | এইন বাগজি বলছে যে, দাম বেড়ে যাওয়া নিয়ে কি করা উচিত সেটা সমস্যা নয়, এখানে সমস্যা হচ্ছে কি ভাবে বিষয়টিকে মোকাবেলা করা হবে: | 상인들은 소비자들을 피할 수 없을 뿐더러, 결국 손해를 보는 것은 원치 않기 때문에 물건을 파는 겁니다. |
8 | ক্রেতা সংস্কৃতির মধ্যে সমস্যাটি নিহিত, যারা এই চক্রটির গুরুত্বকে বোঝে না, যে চক্রের উপর ব্যবসায়ীরা নির্ভর করে থাকে। | 물건을 팔고 싶어하는 사람들은 엄청나게 많습니다. |
9 | ব্যবসায়ীরা ক্রেতাদের পণ্য কিনতে বাধ্য করতে পারে না এবং তারপরেও সে শেষ পর্যন্ত আপনার কাছে পণ্য বিক্রি করে ফেলবে, এখানে বিভিন্ন স্তরে ক্ষতিগ্রস্ত হবার বিষয় রয়েছে এবং কেউ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হতে চায় না। | 그 중 어떤 상인이 오늘 1디나르를 손해본다고 칩시다. 그렇다면 그 상인은 미래에 2 쿠웨이트 달러로 상품을 살 단골을 얻는 것입니다. |
10 | সকলেই তাদের পণ্য বিক্রি করে ফেলতে চায় এবং যদি আজ একজন ব্যবসায়ীর এক দিনার ক্ষতি হয়, তাহলে সে একজন ভালো ক্রেতা খুঁজে বার করবে যে কিনা ভবিষ্যৎ-এ ২ দিনারে তা কিনবে এবং এভাবে বাণিজ্যিক চক্রটি চলতে থাকে। | 그리고 이렇게 악순환이 계속되는 것이죠. 이 악순환으로 인해 예전에는 달걀 가격의, 지금은 토마토 가격의 인상이 초래된 겁니다. |
11 | গতকাল ডিমের দাম বাড়তির দিকে ছিল, আজ বেড়েছে টমেটোর দাম, আগামীকাল রুটি বা চালের দাম বেড়ে যাবে, এ ক্ষেত্রে বিবেচ্য বিষয়টি হচ্ছে পাকিস্তানের পেশোয়ারের কৃষি উৎপাদন ব্যবস্থা বন্যায় ধ্বংস হয়ে গেছে। | 미래에는 빵이나 밥 가격 폭등이 있을 수도 있겠죠; 파키스탄의 페샤와르 지방의 농산물이 홍수로 인해 엄청난 피해를 입었다는 걸 감안하면 말입니다. |
12 | এম-ভিটামিনজ বিস্মিত যে কেন সংসদ সদস্যরা দাম বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে না: | 엠-비타민즈는 왜 국회의원들이 가격 폭등에 분노하지 않는지 되물었다: |
13 | কেন সংসদ সদস্য এবং বিরোধী দলের সদস্যরা টমেটোর দাম বাড়ার প্রতিবাদে ভাষণ, জড়ো হওয়া এবং শোভাযাত্রা বের করছে না? | 왜 국회의원들과 반대파들은 반대 연설을 하거나 토마토 가격 인상에 대한 집회를 열지 않는 거죠? |
14 | কেন তারা এইভাবে লাফিয়ে দাম বাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্নের পর প্রশ্ন করে তাকে জর্জরিত করছে না? | 왜 가격 폭등에 대해 총리를 몰아 세우지 않는 거죠? |
15 | কেন তারা জানাচ্ছে না ভয়ানক এই দাম বাড়ার পেছনে কে রয়েছে এবং কেন তারা এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করছে না? | 왜 이 엄청난 가격 폭등을 초래한 사람이 누구인지 밝히고 조사위원회를 발족하지 않는건가요? |
16 | এবং প্রতিবার সমস্যার সময় কুয়েতে যেমনটা হয়, টুইটার এই বিষয়ে নানা রসিকতা এবং মন্তব্যে ভেসে গেছে। | 그리고 쿠웨이트의 모든 문제에 대해 그랬듯, 트위터에는 이 주제에 대한 농담과 코멘트가 넘쳐났다. |
17 | বোজেইজ বলছে: | 보자이즈: |
18 | নতুন সংসদ আরাম্ভ হওয়ার চিহ্ন হিসেবে সকল সংসদ সদস্য বিনে পয়সায় এক বাক্স টমেটো পাবে। | 모든 의회주의자들은 의회의 새로운 단어를 만든 걸 기념하기 위해 공짜 토마토 한 박스를 각각 받을 겁니다. |
19 | এবং ফাইয়ুনি এই বিষয়টির সাথে খেলাকে মিশিয়ে নিয়েছে: | 파유니: |
20 | কোন খেলায় চ্যাম্পিয়ন হলে কুয়েত ফুটবল সংস্থা প্রত্যেক খেলোয়াড়কে এক বাক্স টমেটো উপহার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। | 쿠웨이트 축구 협회가 우승을 기념해 모든 선수들에게 각각 토마토 한 박스씩을 주기로 결정했습니다. |