Sentence alignment for gv-ben-20101101-13291.xml (html) - gv-kor-20101103-339.xml (html)

#benkor
1চীন: বাড়ীক্রেতাদের সচেতনতার জন্য সন্ত্রাসী জমি দখলের ঘটনা মানচিত্রে উপস্থাপন중국: 주택구입자의 관심을 끌기 위한 블러디 맵 제작
2উশাহিদি কিংবা ম্যাপ ওয়ার্ল্ড নয় বরং সামাজিক কর্মীরা গুগল ম্যাপের রক্তিম মানচিত্র ব্যবহার করছে এবং সচেতন যোগ্য বাড়ী ক্রেতাদের উপলক্ষ্য করে সারা চীন দেশের জোরপূর্বক জমি দখলের তথ্য সন্নিবেশ করেছে:중국의 한 운동가는 구글 맵(Google Maps)을 이용해 전국의 강제 퇴거 지역을 표시하는 블러디 맵(Bloddy Map)을 만들었다.
3이 운동가는 어샤히디(Ushahidi)나 맵 월드(Map World )가 아닌 구글 맵을 사용하였고, 이 블러디 맵은 잠재적 주택 구입자를 대상으로 만들어 졌다: 거대한 중국 지도 상에서 블러디 맵 구역이 표시되어 있다.
4উইকিপিডিয়ার ভুক্তি অনুযায়ী রক্তিম মানচিত্র হচ্ছে:위키피디아는 블러디 맵을 다음과 같이 정의한다:
5সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী জমি দখল এর চলমান ঘটনাগুলো লিপিবদ্ধ করুন, এবং আমাদেরকে অনৈতিক ও অমানবিক ভাবে নির্মিত নতুন বাড়ী ক্রয় করা থেকে বিরত থাকার কথা মনে করিয়ে দিন।블러디 맵은 수 없이 이어지는 일련의 폭력적인 퇴거 조치를 기록하고, 이런 비합법적이며 비인간적인 토대 위에 지어진 집에서 살 지 않도록 우리를 환기시킨다
6বাইদু বাইকে তে রক্তিম মানচিত্রের আরও একটি তথ্য সন্নিবেশিত রয়েছে, যার অংশবিশেষ হলো:블러디 맵은 바이두 바이크(Baidu Baike)에도 간단히 소개되어있다:
7যে মানচিত্রটি আমরা দেখতে পারছি সেটি এর আগে কমপক্ষে ৭০,০০০ নেট ব্যবহারকারী দেখেছে এবং ৮২ টির বেশী জোর পূর্বক জমি দখলের বেআইনী কথা সন্নিবেশ করা হয়েছে যেখানে হেইলংজিয়াং থেকে গুয়াংঝু, সাংহাই থেকে জিনজিয়াঙ অর্থাৎ দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত কভার করা হয়েছে।보다시피 이 지도 방문 횟수만 70,000번이며 82개 이상의 유혈 사태가 표시되어 있다. 표시 지역은 상하이에서 신장, 헤이룽장성에서 광저우에 이르기까지 전국에 이른다.
8কাঙ ফুজেন এর আত্ম হননের ঘটনা, জিয়াংজি এ ইহুহাঙ এর জমি দখল এবং আত্ম হনন, বুলেটের সাথে হোহোটে যে জমি দখলের নোটিশ এসেছিল, গুয়াংজির বেহাইয়ে হুতাতে জোরপূর্বক জমিদখল - এসব গুটিকয়েক কুখ্যাত ঘটনা মানচিত্রে সন্নিবেশ করা হয়েছে।캉 푸젠 분신 사건, 장시성 퇴거 및 분신 사건, 후허하오터 총기 난사 사건, 광시좡족 자치구 베이하이 강제 퇴거 사건은 지도에 표시 된 악명 높은 사건의 예이다.
9যাইহোক, সাংবাদিকরা লক্ষ্য করেছে মানচিত্রে কিছু অসত্য খবরও সংযোজিত হয়েছে, যেমন তাং ফুজেন জমি দখল/ আত্মহনন ঘটনা যা চেঙদুতে ঘটেছিল কিন্তু সন্নিবেশ করা হয়েছে জিংম্যান এর হুবিস এ।하지만 언론은 지도에 몇 가지 잘못된 정보가 있다고 지적했다. 실제로 청두에서 일어났던 캉 푸젠 분신사건은 지도상에서 후베이성 징먼현으로 표시되어 있다.
10সাউদার্ন মেট্রোপলিসের ডেইলির প্রতিবেদককে ‘রক্তিম মানচিত্র' এর স্রষ্টা বলেছে, “যেহেতু নেট ব্যবহারকারীরা মানচিত্র ইচ্ছেমত সম্পাদনা করতে পারে সে কারনে এই ধরনের তুচ্ছ ভ্রান্তি দূর করা কঠিন, যদিও যারা এই মানচিত্র আবিষ্কার করেছে তারা ভুল পরিবর্তন করতে পারে।블러디 맵 제작자는 중국 ‘서던 메트로폴리스 데일리 신문[Southern Metropolis Daily]과의 인터뷰에서 “누구든 자유롭게 지도를 편집할 수 있기 때문에 잘못된 정보를 수정 할 수 있더라도 그러한 작은 실수를 피하기 어려운 것이 사실입니다”라고 말했다.
11রক্তিম মানচিত্রের স্রষ্টা তার সিনা মাইক্রোব্লগ একাউন্টে বেশ নিয়মিত অংশগ্রহণকারী একজন যার শুরু ৪ঠা অক্টোবর এবং এটা জমি দখলের ঘটনা তুলে ধরে এবং ব্যবহারকারীদের সাথে উভমুখী আলাপ আলোচনা করে, যে সকল ব্যবহারকারীর অনেকেই আবার চলমান জমিদখল প্রকল্প সমূহের স্বাক্ষী; ৯ই অক্টোবরের দুটো ঘটনা এরকমঃ10월 8일 개설한 자신의 시나 마이크로 블로그에서 활발하게 활동하고 있는 이 지도의 제작자는 강제 퇴거 사건을 집중적으로 다루고 있다. 그는 지금도 계속되고 있는 퇴거 조치를 목격한 다른 유저들과 유기적으로 협력하고 있다.
12“ রক্তিম মানচিত্রের উদ্দেশ্য হলো সন্ত্রাসী জমি দখলের ঘটনা সংগ্রহ ও তালিকা প্রস্তুত করা যে সকল ঘটনা ইতিমধ্যেই জনগনের স্মৃতিতে ঝাপসা হয়ে গেছে; অনেক ঘটনাই ২-৩ বছরের পুরানো।다음은 10월 9일 블로그에 올라온 두 가지 업데이트 내용이다: 우리의 목표는 대중에게 잊혀진 그리고 앞으로 잊혀질 사건들을 모아서 자료화하는 것입니다.
13আমি আমার স্মৃতি ভান্ডার খুঁড়ে বের করব কিন্তু তোমাদের সহযোগীতায়।2~3년전에 일어났던 일을 저 혼자 밝혀내야 했지만 여러분의 도움으로 앞으로는 훨씬 수월해 질 것입니다.
14যখন আমি বলতে থাকি রক্ত চিহ্ণের মধ্যে অংকিত ভুমি তে এই এখন বাড়ী তৈরী হচ্ছে , জনগন বুঝতে পারে আমি আসলে কি বলতে চাচ্ছি। ”사람들에게 당신들이 살게 될 장소는 끔찍한 사건이 벌어졌던 곳이라고 말하면, 사람들은 제가 왜 블러디 맵을 운영하고 있는지 이해하더군요.
15বর্তমানে জোরপূর্বক জমিদখল এর ঘটনা ঘটছে যার প্রতি তথ্য মাধ্যমের বেশি সজাগ হয়ে ওঠা দরকার, রক্তিম মানচিত্র শেষ পর্যন্ত আর নিজে কোন সুবিধাজনক ক্ষেত্র হিসেবে থাকছে না।지금 이 순간에도 언론의 관심이 필요한 강제퇴거 조치가 벌어지고 있다. 이를 멈추기에는 블러디 맵 자체만으로는 충분하지 않다.
16এই রকমের একটি উদ্যেগ এই জোরপূর্বক জমি দখলের সমাপ্তি ঘটানোর সচেতনতা সৃষ্টির জন্য যথেষ্ট বলে জনগন আশা করতে পারে না।즉 현재 벌어지고 있는 강제퇴거를 중단시키기 위한 충분한 관심을 불러일으키기에는 역부족이란 말이다.
17এই সাইটের উদ্দেশ্য হলো প্রমান উপস্থাপন করা যাতে গ্রহীতারা সিদ্ধান্ত নিতে পারে।하지만 블러디 맵은 구매자의 구매결정에 영향을 주는 정보를 제공하는 것을 목표로 한다.
18যদি এমন একটা দিন আসে যখন এই ক্ষুদ্র মানচিত্র কোন বিশেষ জমি দখলে সুবিধাপ্রাপ্তরা তাদের কর্মকান্ড পুনঃ বিবেচনা করে তবেই এটার তার সফলতা অর্জন করতে পারবে।언젠가 강제 퇴거라는 이해사슬에 얽힌 사람들이 이 지도를 통해 자신의 행동을 재고 하게 된다면 이는 블러디 맵이 목표를 달성한 날이 될 것이다.