# | ben | kor |
---|
1 | জর্জিয়া: এলজিটিবিটি একটিভিস্টদের আক্রমণ করেছে ধর্মান্ধরা | 조지아: 성적소수자(LGBT) 운동가들, 정통파 종교 단체들로부터 공격당해 |
2 | | 국제 동성애 혐오 반대의 날(International Day Against Homophobia)인 5월 17일을 기념하는 행사가 처음으로 조지아에서 개최된 가운데, 수도 트빌리시(Tbilisi) 중심가를 행진하던 조지아의 성적 소수자 운동가들이 한 그룹의 정통파 기독교인들에게 가로막혔다. |
3 | জর্জিয়াতে প্রথমবারের মতো ১৭ই মে সমকামীতা আতংকের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালন করা হয়। | 정통파 부모연합 (the Union of Orthodox Parents)을 이끌고 있는 목사들은 행진을 멈출 것을 요청하였다. |
4 | এসময় গোঁড়া খ্রিস্টানদের একটি দল রাজধানী তিবলিসির শহরতলীতে সেখানকার এলজিটিবিটি (লেসবিয়ান, সমকামী, উভকামী, বহুগামী) একটিভিস্টদের আটকে দেয়। | 이들은 성적소수자 운동이 기독교 중심 국가인 조지아에서 젊은세대의 도덕적 타락을 조장할 수 있다고 단언하였다. |
5 | খ্রিষ্টানপ্রধান দেশটিতে নতুন প্রজন্মের মধ্যে নৈতিক ভ্রষ্টাচার সৃষ্টিতে প্রণোদনা যোগাতে পারে এই অভিযোগে পুরোহিতদের নেতৃত্বে সনাতন (অর্থডক্স) পিতা-মাতাদের ইউনিয়ন (ইউওপি) মিছিলটি বন্ধের দাবি করে। | 성적소수자 운동가들은 행진을 계속할 수 있게 목사들에게 길을 비켜줄 것을 요구하였으며, 목사들과 UOP회원들은 주변에 배치된 경찰들에게 행진을 멈추게 해달라고 요청하였다. |
6 | জবাবে এলজিটিবিটি একটিভিস্টরা মিছিল চালিয়ে যাওয়ার জন্যে তাদেরকে পথ পরিষ্কার করে দিতে বলে। | 경찰 개입이 무산되자, 뒤이어 양 측간 몸싸움이 발생하였다. (사진출처 : TSpress.ge) |
7 | কিন্তু ইউওপি এবং পুরোহিতরা নিকটবর্তী পুলিশকে মিছিলটি থামাতে রাজি করাতে ব্যর্থ হলে একটি হাতাহাতির ঘটনা ঘটে। ছবি, টিএসপ্রেস. | @gabo_ge: 경찰이 성적소수자 옹호 단체인 아이덴토바(Identoba) 3명의 활동가를 체포하였음 |
8 | জিই একজন এলজিটিবিটি একটিভিস্ট গোঁড়া আক্রমণকারী্দের বিরুদ্ধে যুদ্ধ করছে। | @temuchin22: UOP(정통파 부모 연합) 회원들이 사람들을 때리기 시작하였고, 오히려 폭행당한 사람들이 구류되었다. |
9 | ছবি: রয়টার্স | 이런 망할 법 집행이 있나. |
10 | জর্জিয়ার পুলিশ একজন এলজিটিবিটি একটিভিস্টকে তাদের হেফাজতে নেয়। | 나는 UOP 회원들도 함께 체포하라고 요구했다. |
11 | ছবি: রয়টার্স @গ্যাবো_গে পুলিশ এলজিটিবিটি সমস্যা নিয়ে কর্মরত প্রতিষ্ঠান ইদেন্তোবা'র তিনজন এক্টিভিস্টকে গ্রেফতার করে। | @lishtotah: 성적소수자들의 가장 일차적인 자긍심을 고취하는데 한정된 성적 소수자 운동은 오히려 동성애 혐오증을 심화시킬 뿐이다. |
12 | @তেমুচিন২২: ইউওপি (সনাতন পিতা-মাতা্দের ইউনিয়ন) লোকজনকে পিটিয়েছে এবং যাদের পেটানো হয়েছে তাদের হেফাজতে নেয়া হয়েছে, এরকম আইন প্রয়োগকারীদের আটক করুন, আমি ইউওপি'দের গ্রেপ্তার দাবি করি। | 트빌리스의 동성애자 @JohnHesslewood: 정통파 기독교 단체들은 ‘어떻게 거리에서 버젓이 이런(동성애) 것을 홍보하는 일을 가만히 두고 볼 수 있단 말인가?' |
13 | @লিশতোতাহ: “প্রথম গর্বটি ধারণ” করার মধ্যে সীমিত এলজিটিবিটি এক্টিভিজম শুধু #সমকামীতা আতংক উস্কে দিবে #তিবলিসিতে: এখানে (আরো) উটকো (মনে হবে): | 라고 주장한다. 나는 오히려 그들에게 똑같은 질문을 되묻고 싶다. |
14 | @জনহেসলউড: আপনার মূল যুক্তিটি যদি হয় ‘আপনি কীভাবে রাস্তায় এরকম কিছু প্রবর্তন করতে পারেন' তবে আমিও আপনাদের - খ্রিস্টানদের - একই জিনিস সম্পর্কে জিজ্ঞেস করবো #তিবলিসি | -트빌리시에서 다음 링크에서 이와 관련된 추가 사진을 볼 수 있다. |
15 | ফেসবুকে অনেকেই এই সংঘর্ষের নিন্দা এবং এক্টিভিস্টদের সমর্থনে তাদের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। | 동성애 운동가들을 지지하는 사람들은 자신들의 페이스 북의 프로필 사진을 바꾸며 이러한 충돌에 대해 비난을 보냈다. |
16 | সমকামীতা এবং বহুগামিতা আতংকের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস | '국제 동성애 혐오 반대의 날' |