Sentence alignment for gv-ben-20101030-13258.xml (html) - gv-kor-20101115-503.xml (html)

#benkor
1নেপালের দাশাইন উৎসবের সময়ে পশুর প্রতি নিষ্ঠুরতা নিয়ে বিতর্ক네팔 다사인 축제의 동물 학대
2Hindu goddess Durga. Photo by Christina Kundu, Wikimedia Commons.힌두 여신 두르가.
3দাশাইন, নেপালের সর্বাধিক পালিত উৎসব, এই বছর ২২ অক্টোবর শুক্রবার শেষ হচ্ছে।위키미디어의 Christina Kundu의 사진.
4পনের দিনব্যাপী এই উৎসব দূর্গা ঠাকুরের সম্মানে পালিত হয়; যিনি ক্ষমতার, সমৃদ্ধির, মাতৃস্নেহ আর দুষ্টগ্রহের নাশকতার প্রতিক।두르가가 힘과 악을 파괴하는 여신이기 때문에, 다사인 기간동안 네팔의 많은 사원에서는 동물을 제물로 바친다.
5বিশ্বব্যাপী নেপালীরা দাশাইনকে আড়ম্বর সহকারে পালন করেন যেহেতু এটা সমাজ আর পরিবারকে একত্র করে।사람들은 이러한 제물이 악을 퇴치하는 것을 상징하며, 제물을 받는 여신이 기뻐할 것이라고 생각한다.
6কিন্তু সাম্প্রতিক কালে এই প্রিয় অনুষ্ঠান বেশ কয়েকটা কারনে সমালোচনার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে পশুর প্রতি নিষ্ঠুরতার জন্য।작년에 많은 단체들은 공식적인 행사를 조직하여 사람들에게 동물을 제물로 바치는 것을 멈추라고 촉구하였다.
7যেহেতু দুর্গাকে ক্ষুধার আর খারাপের নাশক হিসাবে পুজা করা হয়, নেপালের মন্দিরব্যাপী দাশাইনে পশু বলী দেয়া হয়।글로벌보이스에서도 이 내용을 ‘더욱 인도적인 다사인 축제를 위하여'라는 제목으로 다룬 적이 있다.
8এই বলী দুষ্টগ্রহের নাশের প্রতীক হিসাবে দেখা হয় আর ভক্তরা মনে করেন যে এটা ঠাকুরকে প্রীত করবে।불행하게도, 이 관습은 계속 되고 있으며, 올해 다사인 기간에도 네팔 각지에서 동물을 제물로 바치는 모습이 여러차례 목격되었다.
9গত বছর, বিভিন্ন দল র‍্যালী আর মিটিং এর আয়োজন করেন যেখানে মানুষের প্রতি আহ্বান জানানো হয় ধর্মের নামে পশু বলি দেয়া বন্ধ করতে।Change.org 의로라 골드만 (Laura Goldman) 은 제물을 바치는 사람들이 “다사인 기간동안 들소가 아닌 호박을 제물로 바쳐야 한다” 라고 제시하였다.
10গ্লোবাল ভয়েসেস ‘আরও বেশী মানবিক দাশাইন উৎসব‘ শিরোনামে একটি পোস্টে এই বিষয়ের উপর আলোকপাত করেছে। দূর্ভাগ্যবশত এই ধারা এখনো চলছে আর এই বছরের দাশাইন উৎসব দেশব্যাপী অসংখ্য পশুর বলী দেখেছে।위원회는 올해 초, 24시간 안에 동물 2십 만 마리가 희생 되었던 바라(Bara)의 가디마이(Gadhimai)축제 에서 부터 동물 희생 금지 캠페인을 시작하였다.”
11চেঞ্জ. অর্গ এর লরা গোল্ডম্যান প্রস্তাব দিয়েছেন যে ভক্তদের উচিত ‘নেপালের দাশাইন উৎসবের সময়ে মোষের বদলে চালকুমড়া বলী দেয়া।”어떤 사람들은 힌두교 성서를 들며 동물을 제물로 바치는 것은 힌두교 교리에 있는 내용이 아니라고 지적하였다.
12“… নেপাল পশু কল্যান নেটওয়ার্ক (এডাব্লিউএনএন) আরো দয়ালু, মানবতা মূলক পুজার জন্য ভালো ধারণা দিয়েছে। মোষ বলী না দিয়ে তার স্থলে কেননা চালকুমড়া বলী দেই?네팔 동물권리 위원회는 모성의 상징인 두르가 여신은 자기의 창조물인 동물 희생에 기뻐하지 않을 것이라고 주장하였다.
13ছাগলের বদলে একটা নারিকেল? এর ফলেও তো বক্তব্য পৌঁছাবে, কিন্তু অনেক বেশী মানবিক হবে (আর কম ভয়াবহ)।“힌두교 교리 어느 곳에도 신을 기쁘게 하기 위해 동물을 제물로 바치라는 이야기가 나와있지 않다.
14নেটওয়ার্ক এই বছরের প্রথম দিকে পশু বলী বন্ধ করুন কর্মসূচি শুরু করেন বারার গাধিমাই উৎসবের সময়ে, যখন ২৪ ঘন্টার মধ্যে ২০০,০০০ পশু বলী দেয়া হয়।”
15অনেকে ধর্মীয় বাণীর ব্যাপারেও বলেছেন আর ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন যে পশু বলী হিন্দু নীতির সাথে সমন্বয়ক না।어떤 신도 스스로 창조한 동물을 자신의 이름으로 죽이길 바라지 않을 것이다.
16অ্যানিমাল রাইটস নেপাল বলেছে যে মাতৃপ্রেমের প্রতীক এই দেবী পশু বলী দ্বারা সন্তুষ্ট হতে পারেন না, যেহেতু তিনি তার নিজের সৃষ্টির মৃত্যু প্রত্যক্ষ করবেন।
17“পশু অধিকার নিয়ে হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে, দেব দেবীদের খুশি করার জন্য কোন ধরণের পশু বলীর কথা বলা হয়নি, যারা তাদের নামে কখনো তাদের নিজেদের কোন পশু বলীর কথা বলবেন না।
18মানুষ এইসব নিরাপরাধ পশুকে তাদের স্বার্থের কারনে বলি দিচ্ছে।인간들은 스스로의 이익을 위해 이기적으로 무고한 생명을 죽이고 있다.
19বাস্তবে হিন্দু ধর্ম আর জীবন দর্শনের বিরুদ্ধ এটা।사실, 이 것은 힌두교에서 가르치는 삶의 방식을 거스른다.
20সহ জীবদের জন্য যে সম্মান থাকা দরকার তা মেনে চলা উচিত।”우리는 인간 뿐 아니라 다른 생명도 존중하며 살아야 한다.”
21মজার ব্যাপার, দাশাইনে পশু বলীর ঘটনা কেবলমাত্র নেপালের ভিতরে বড় একটা ব্যাপার।흥미롭게도, 다사인 기간의 동물 희생은 네팔 안 에서만 일어나는 문제이다.
22বিদেশে যেসব নেপালী দাশাইন উদযাপন করছেন তারা বেশীরভাগ এই ব্যাপারে চুপ, বেশীরভাগ এই কারনে যে ইউরোপ আর উত্তর আমেরিকাতে বসবাসরত ব্যক্তিরা দাশাইনের উদযাপনে পশু বলী দিতে পারেন না।외국에서는 다사인 기간동안 이런 문제가 전혀 일어나지 않는데, 그 이유는 네팔 밖, 특히 북미나 유럽에서는 다사인 기간동안 동물을 제물로 바치지 않기 때문이다.
23পশু বলী নিয়ে বিতর্ক সত্ত্বেও আর এই ব্যাপারে বাড়তে থাকা মিডিয়ার দৃষ্টি সত্ত্বেও, দাশাইন দেশে আর বিশ্বের অন্যান্য স্থানে নেপালীদের জন্য বিশেষ স্থান দখল করে রাখে।동물 학대에 대해 논란이 일어나고, 국제 미디어에서도 이 문제에 초점을 맞추지만, 다사인은 아직 전 세계 네팔 사람들의 마음 속에 굉장히 특별한 위치를 차지한다.
24দাশাইনের টিকা।다사인 때 머리에 찍는 빨간 가루 티카.
25ছবি ফ্লিকার ব্যবহারকারী ডল ড্যামড এর সৌজন্যে।플리커(Flicker) 유저 Doll Damned의 사진.
26সিসি বাই-এনসি-এনডিCC BY-NC-ND
27আফগানিস্তানে, ব্রিটিশ গুর্খা বাহিনী দাশাইনকে ঐতিহ্যবাহী রূপে উদযাপন করেছে, সনাতনী টিকা (সিঁদুর, দই আর চাল দিয়ে তৈরি) আর গুরুজনের আর্শীবাদ নিয়ে। “গূর্খারা তাদের প্রতিটি প্যাট্রোল বেইজে ছোট একটা মন্দির স্থাপন করেছে সাপ্তাহিক প্রার্থনার জন্য।아프가니스탄에서 British Gurkha troops (네팔인 영국 군) 는 전통적인 방법으로 다사인을 지키는데, 이 사람들은 티카(주: 붉은 색 가루와 요구르트를 섞어 쌀과 함께 이마에 찍는 점)를 찍고 어른들에게서 축복을 받는다.
28আগস্টে ব্যাটেলিয়ন পন্ডিত গুর্খাদের সাথে নাহর-এ-সারাজে দেখা করেন ও পুজা করেন এবং প্রতিটি সেনাকে টিকা (কপালে লাল ফোঁটা দিয়ে) আশীর্বাদ করেন।
29দাশাইন উৎসবের সময়ে মন্দিরে ফলের ভোগ দেয়া হয় আর সেনাদের জন্য প্রতিদিন সকালে প্রার্থনা অনুষ্ঠিত হয়।다사인 기간 동안에, 사원 안에는 수확한 과일들이 놓여있고, 매일 아침 군인들을 위해 예배가 열린다.
30দাশাইনের সময়ে অনেক গুর্খাকে লাল টিকা পরা অবস্থায় দেখা যায়- নিরাপত্তা আর উৎকর্ষতার জন্য প্রার্থনা যখন তারা তাদের অপারেশনের ভ্রমণের শেষ পর্যায়ে পৌঁছান আর তাদের পরিবারের কাছে পৌঁছান।”많은 구르카들은 다사인 기간동안 티카를 찍은 채로 돌아다니는데, 이는 그들이 여정을 마치고 가족의 품으로 돌아갈 때 까지 안전과 번영을 기리기 위함이다.”
31সাংস্কৃতিকভাবে মিশ্রিত পরিবারেও দাশাইন উৎসাহের সাথে পালিত হয়।다문화가정에서도 다사인은 즐거운 축제이다.
32একজন আমেরিকান যিনি নেপালির সাথে সম্পর্কিত, তার ব্লগ আমেরিকানেপালীতে লিখেছেন এই উৎসব পালনের অভিজ্ঞতার কথা।네팔인과 약혼한 한 미국인이 그녀의 블로그 AmericaNepali에 다사인 축제 동안의 경험을 포스트 해 놓았다.
33যে কোন ধর্মীয় কাজের মতো, দাশাইন তার নিজস্ব নীতি আর চ্যালেঞ্জ নিয়ে আসে, কিন্তু এইসব চ্যালেঞ্জের মোকাবেলা করে এইসব পালনে যে বিশাল আনন্দ আসে তা অবজ্ঞা করা যায়না।모든 종교적인 행사와 마찬가지로, 다사인 역시 도덕적인 문제점이 있지만, 우리는 그 기간동안의 즐거움으로 문제점을 해결 해 나가야 할 것이다.