# | ben | kor |
---|
1 | যুক্তরাষ্ট্রঃ অভিবাসন-বিরোধী আইনের উপর কঠোর সিদ্ধান্ত | 미국: 반-이민법에 있어서 중대한 결정 |
2 | যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট সম্প্রতি আরিজোনা যুক্তরাষ্ট্র মামলায়, সাংবিধানিক আইন এসবি ১০৭০ এর উপর প্রশ্ন সৃষ্টির মাধ্যমে তাদের আইন প্রণয়ন করেছেন। | 최근 미국 연방 대법원은 아리조나 주가 미국 연방 정부에 제기한 소송에 판결을 발표함으로 조례 SB 1070의 합헌성에 대해 의문을 표했다. |
3 | সুপ্রিম কোর্ট ঐ আইনকে তিনটি ভাগ করেছেন, কিন্তু তা নিম্ন আদালতে সেকশন ২(বি) প্রদেশের ক্ষেত্রে বিবেচনার জন্য পাঠানো হয়েছে, যা কর্তৃপক্ষকে আরিজোনায় সন্দেহভাজন অবৈধভাবে বসবাসকারী লোকদেরকে আটক করার ক্ষমতা দিয়েছে। | 대법원은 이 조례의 3가지 조항을 거부하였지만 조항 2(B)는 하급 법원으로 돌려보내며 검토를 요구했다. 조항 2는 권력 기관으로 하여금 법적 서류를 갖추지 못한 것으로 의심되는 아리조나 주의 이민자들을 구류할 수 있는 권한을 부여하는 내용을 담고 있다. |
4 | সুপ্রিম কোর্টের সামনে এসবি ১০৭০ আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের মিছিল। | 조례 SB 1070를 반대하는 시위자들이 대법원 앞에 모였다. |
5 | ফ্লিকারে মেক্সিকানস উইদাউট বর্ডারসের সৌজন্যে (সি সি বাই ২. | 사진: Mexicans Without Borders on Flickr (CC BY 2.0) |
6 | ০) যদিও এসবি ১০৭০ আইনের কিছু অংশ বাতিল হওয়ায় তা অভিবাসন-সমর্থিত কর্মীদের একটি বিজয় হিসেবে পরিলক্ষিত হয়েছে, তারপরও সেকশন ২(বি)তে বিপজ্জনক বিষয় রয়েছে, কারণ তা জাতিগত পরিচয় বহন করবে- যা নির্ভর করবে বাহ্যিক চেহারা ও কথা বলার উপর- এমনকি কেউ যদি আলাদাভাবে যুক্তরাষ্ট্রে জন্মায়ও। | 조례 SB 1070 몇 조항의 기각이 친-이민자 운동가들에게 부분적인 승리를 안겨줬지만 조항 2(B)는 더 큰 위험을 안고 있다. |
7 | তাই, জাতিগত পরিচয় শেষ করার এই আইন কংগ্রেসে এসবি ১০৭০ আইনের সম্ভাব্য ফলাফল হিসেবে অভিবাসনের লক্ষ্যের জন্য প্রস্তাবিত। | 2조항은 미국에서 태어났음에도 불구하고 외모나 말투, 말하는 방식에 근거한 인종 프로파일링을 유발할 것이기 때문이다. |
8 | | [역자 주: 인종 프로파일링이란 인종을 근거로 용의자를 선별하고 수사하는 인종 차별적 행태, 습관을 의미한다] 조례 SB 1070의 예상되는 영향들을 완화시키기 위해 인종 프로파일링 폐지 조례 (End Racial Profiling Act)를 국회 총회로 보내자것이 제안됐다. |
9 | ব্লগ দুনিয়ায় এর দ্রুত প্রতিক্রিয়া হয়েছে। | 블로그상에서 이에 대한 반응은 신속했다. |
10 | মেরিবেল হেস্টিংস ল্যাটিনোভেশনস ব্লগের জন্য লিখেছেন যে, তার মতে, এসবি ১০৭০ আইন আরিজোনায় জনগণের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলবেঃ | 마리벨 하스팅스(Maribel Hastings)는 조례 SB 1070은 아리조나 주민에게 역효과를 낳을 것이라고 블로그 라티노베이션에 적었다: |
11 | কোর্ট পরোক্ষভাবে হিস্পানিক ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য করেছে…আইনটি অলিখিত অভিবাসনের বিরুদ্ধে যুদ্ধের নামে প্রণয়ণ করা হয়েছে, কিন্তু এর ভুক্তোভোগীরা বৈধভাবে বসবাসকারী, বা, এক অর্থে নাগরিক- দুই দলেরই মূল্যবান ভোটার যাদের টানার চেষ্টা করা হয়েছে। | 법원의 결정은 인종 프로파일링과 히스패닉과 다른 소수 민족 차별에 대해 공식적으로 면죄부를 주는 것과 같다. 이 조례는 불법체류와의 투쟁이라는 이름하에 제정됐다. |
12 | ইনমাইগ্রান্তেটিভি ব্লগ বিবৃতি দিয়েছে যে অভিবাসীরা কোর্টের আইনের ফলে সম্ভাব্য বৈষম্য নিয়ে শঙ্কিতঃ | 하지만 합법적인 거주자와 아이러니하게도 양당이 유치하려는 귀중한 시민권자도 이 조례의 희생자가 될 수 있다. |
13 | ফোয়েনিক্সে একটি সংগঠন প্রমিস আরিজোনার ভাষায় এই অনুচ্ছেদটি [সেকশন ২(বি)] এলাকায় বাহ্যিক চেহারার ভিত্তিতে হিস্পানিক অভিবাসীদের বিরুদ্ধে জাতিগত পরিচয় সৃষ্টি করেছে…এ ব্যাপারে অনেক ঘটনাই প্রতিবেদিত হয়েছে কিভাবে পুলিশ এজেন্টরা মানুষদের তাদের চামড়া, কথা বলা, বা পোশাকের জন্য থামিয়েছে। | 블로그 이미그란테TV 는 법원 결정을 통해 인종 차별이 확산될 것이라고 이민자들이 우려하고 있다고 주장했다: 이 조항 [조항 2(B)]은 신체적 조건을 바탕으로 합법, 불법 할 것 없이 히스패닉 인종 이주자들에 대한 인종 프로파일링을 야기시킬것이다. |
14 | | 피닉스에 지부를 가지고 있는 한 조직인 프로미즈 아리조나(Promise Arizona)의 보고에 따르면, 과거에 경찰들이 단지 피부색, 말하는 방식, 옷차림 에 근거해 불심 검문/억류을 한다는 많은 보고가 들어왔다고 한다. |
15 | এ কারণে, সেখানে আশঙ্কা আছে যে এসবি ১০৭০ আইনের মাধ্যমে হিস্পানিকরা আইন প্রণয়ন কর্মকর্তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। | 이러한 이유로, 조례 SB 1070의 실행과 함께, 법집행관 들에 의해 히스패닉 인종이 표적이 될 것이라며 많이 이들이 두려움에 떨고있다. |
16 | পিলি টোবার দেশের অভিবাসন ব্যবস্থা নিয়ে আমেরিকানদের “আসল অবস্থান” আমেরিকা'স ভয়েস ব্লগে ব্যাখ্যা করেন: | 필리 토바(Pili Tobar)는 아메리카의 목소리 블로그에 미국의 이민제도에 관련해 미국인의 “진정한 위치”를 설명한다: |
17 | আমেরিকানরা বিশ্বাস করে যে অভিবাসন ব্যবস্থা ভেঙে গেছে এবং জানে যে তা ঠিক করার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। | 미국인들은 이민제도가 불완전하기 때문에 수정되어져야 한다고 믿고있다. |
18 | এবং কিছু ভোটার অন্যান্য বিষয় বিবেচনায় নেয়ার জন্য ওয়াশিংটনের বক্তব্যে অনিশ্চয়তায় ভুগছে। | 그리고 어떤 유권자들은 정부가 다른 대안들을 숙고할 의지를 보이는 것에 아주 크게 실망하고 있다. |
19 | কিন্তু অভিবাসন পুনর্গঠনের প্রতি সমর্থন প্রদেশ-ভিত্তিক দমনমূলক আইনের সমর্থনের চেয়ে বেশি। | 그러나 더 많은 사람들이 각 주의 이민자 탄압 정책을 지지하기 보다 포괄적인 이주민 정책 개선을 강하게 요구하고 있다. |
20 | যেহেতু এটি মোড় ঘুরিয়ে দিয়েছে, তাই রাজনীতিবিদগণ সত্যিকার অভিবাসন ব্যবস্থা গ্রহণ ও প্রণয়নের মাধ্যমে ল্যাটিনো ও অন্যায় আমেরিকান উভয় ভোটারদেরই দৃষ্টি আকর্ষণ করতে পারেন। | 상황이 이렇게 되면서, 정치가들은 단순히 이민제도에 대한 해결법을 따르고 받아들임으로써 라틴 계열 유권자들과 다른 미국인 유권자들의 마음을 동시에 끌 수 있게 되었다. |
21 | টুইটারে, এসবি ১০৭০ আইনের কার্যকারিতা ও সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছেঃ | 트위터에서 많은 이들이 조례 SB 1070의 유효성과 반향에 대해 의문을 제기하였다: |
22 | আলিয়া রাও (@aliarau) এসবি ১০৭০ আইনের জন্য আর্থিক খরচের পরিমাণ প্রকাশ করেছেনঃ | 알리아 라우(@aliarau)는 조례 SB 1070에 들인 쓰인 경비를 들춰 내었다: |
23 | @aliarau(আলিয়া রাও): আরিজোনা কর্মকর্তারা গত দুই বছরে #এসবি ১০৭০ এর জন্য প্রায় ৩ মিলিয়ন ডলার ব্যয় করেছে: http://www.azcentral.com/news/politics/ … via @azcentral | @aliarau: 지난 2년 동안 #조례 SB1070을 지지하기 위해, 아리조나 주 공무원들은 거의 3백만 달러를 소비해왔다: http://www.azcentral.com/news/politics/ … @azcentral를 통해.. |
24 | পরিশেষে, পুয়ের্তো রিকান কংগ্রেসম্যান লুইস ভি. | 마지막으로 푸에르토 리코계의 하원의권 루이스 구티에레스(Luis V. |
25 | গুইতারেজ, এসবি ১০৭০ নিয়ে তার মূল্যায়ন ব্যক্ত করেছেনঃ | Gutiérrez)은 조례 SB 1070에 관해 그의 의견을 제시하였다: |
26 | | @LuisGutierrez: 이 한 주 동안, 한 중대한 메시지를 이해하며 즐거움을 누렸다. |
27 | @LuisGutierrez (লুইস গুইতারেজ) : এ সপ্তাহে আমরা একটি কঠিন বার্তার মাধ্যমে আনন্দ পেয়েছিঃ চামড়ার রঙ বা নামের মাধ্যমে কাউকে বিচার করা উচিত নয়, #SB1070 অ-আমেরিকান | 그 중대한 메시지는 “아무도 피부색이나 이름으로 평가받아서는 안된다. #조례 SB 1070은 미국답지 못한 것이다” 이다. |