# | ben | kor |
---|
1 | চীনের বিতর্কিত তিব্বত থিম পার্ক প্রকল্প | 논란이 되고 있는 티벳 테마파크 조성 |
2 | পর্যটকদের আকৃষ্ট করতে গত মাসে চীনা সরকার তিব্বতে ৩ হাজার কোটি রেনমিনবির (৩লক্ষ ৮৫হাজার ১৬৫ কোটি টাকা) একটি থিম পার্ক প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছে। | 지난달 중국정부는 관광객들을 유치하기 위해 30억 렌민비(중국화폐/4.7억 미국 달러) 상당의 테마파크를 티벳에 조성할 계획을 발표했다. |
3 | প্রথমে পার্কটিতে একজন তিব্বতী রাজা কর্তৃক তাঙ-রাজবংশের সম্রাটের ভাইঝিকে বিয়ে করার কাহিনী নিয়ে রাজকুমারী ওয়েনচেঙ নামের একটি সিনেমার চিত্রধারণ করা হবে। | 이 테마파크는 당나라 황제의 질녀인 웬쳉(Wencheng)공주가 티벳왕과 결혼한 이야기를 다룬 영화 촬영 장소로 이용될 예정이다. |
4 | এটি লাসা শহরের প্রান্তে ৮০০ হেক্টর (১৯৭৬. ৮৪ একর) জমির উপর প্রতিষ্ঠিত। | 이 공원은 라사(Lhasa)시 근교에 위치하고 있으며 면적은 800헥타르에 이른다. |
5 | তিব্বতী ভিন্নমতাবলম্বীরা প্রকল্পটিকে সত্যিকারের তিব্বতী সংস্কৃতির ভাগাভাগি এবং সংরক্ষণের পরিবর্তে বরং “তিব্বতের ডিজনীকরণ” হিসেবে বর্ণনা করেছে। | 티벳 테마파크 건설을 반대하는 사람들은 이 프로젝트는 티벳의 문화를 진정으로 공유하고 보호하기는 커녕 “티벳을 디즈니화 시키는 작업” 이라고 설명했다. |
6 | রাজনৈতিক ও মতাদর্শগত বিতর্ক বাদ দিলেও এমনকি হান চীনা বৃত্তের মধ্যেও উন্নয়ন প্রকল্পটি অত্যন্ত বিতর্কিত। | 정치적이고 이념적 논쟁은 뒤로 하고서라도 한족 내에서도 이 주제는 상당한 논란을 일으켰다. |
7 | সিনা ওয়েইবো ব্যবহারকারী @১৬৯০৭৩৭৫৮০ মনোনীত থিম পার্ক নির্মাণ এলাকার কিছু ছবি পোস্ট করেছেন [চীনা ভাষায়] এবং স্বীকার করেছেন এই উন্নয়নটির জন্যে এমন একটি পরিবেশের ক্ষতিতে তিনি বিরাট দু:খ পেয়েছেন: | 시나 웨이보(Sina Weibo) 사용자인 @1690737580는 몇 개의 사진을 올렸다 [zh]. 사진들은 테마 파크 조성 건설이 예정된 장소를 담고 있고, 그녀는 이런 자연 환경이 개발이란 미명하에 파괴되는 것에 안타까움을 표했다. |
8 | সিজিয়াওলিন গ্রাম। | Cijiaolin Village. |
9 | ছবি তুলেছেন সিনা ব্যবহারকারী @১৬৯০৭৩৭৫৮০ | Photos taken by Sina User @1690737580 |
10 | সিজিয়াওলিন গ্রাম লাসা শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে। | 치지아오린(Cijiaolin)마을은 라사시에서 불과 2km 떨어진 곳에 위치하고 있다. |
11 | কিংবদন্তী মতে এখানেই রাজকুমারী ওয়েনচেঙ এবং তার ভৃত্য বসতি স্থাপন করেছিলেন। | 전설에 따르면, 공주 웬창과 그녀의 하인들이 이곳에 정착했다고 한다. |
12 | এটি তিব্বতীদের সময় কাটানোর জন্যে একটি বিস্ময়কর স্থান। | 이곳은 티벳사람들이 휴식을 즐기는 아름다운 곳이다. |
13 | এটি একটি বিশাল এক টুকরা তৃণভূমি আর পর্বত ও নদী পরিবেষ্টিত। | 이곳은 커다란 평원이 산과 강에 둘러쌓여 있다. |
14 | আপনি সেখান থেকে পোটালা প্রাসাদ [দালাই লামার সাবেক প্রধান বাসভবন] দেখতে পাবেন। | 치지아올린에서 포탈라 궁 [달라이 라마의 예전 주거지역이었음] 이 보인다. |
15 | তিন বছরের মধ্যে একটি চার তারকা হোটেলসহ একটি তথাকথিত সাংস্কৃতিক পার্ক - প্রিন্সেস ওয়েনচেঙ থিম পার্ক - এই দৃশ্যগুলোকে প্রতিস্থাপিত করবে। | 3년안에 이런 풍경은 소위 문화 공원이라고 불리는 웬칭 공주 테마파크와 4성급 호텔에 의해 가려지게 될 것이다. |
16 | অবশ্যই পর্যটনের উন্নয়নের কিছু সুবিধা আছে। | 물론 관광발전에 따르는 이익도 있다. |
17 | তবে আমি সত্যিই সত্যি আশা করি সবকিছু আগের মতোই থাকুক। | 그러나 나는 모든것이 제자리에 있기를 바란다. |
18 | নেটইজ মাইক্রো ব্লগে বিষয়টি নিয়ে নেটাগরিকদের মতামত সংগ্রহের জন্যে একটি ফোরাম [চীনা ভাষায়] স্থাপন করা হয়েছে। | 네티즈(Netease) 마이크로 블로그는 이 문제에 관한 네티즌의 의견을 듣기위해 포럼 [zh]을 열었다. |
19 | এর সমর্থনে (বলেছেন): | 지지자들의 의견을 보면: |
20 | @০১৪৭৭৩৯২৪১: আমি লাসার জন্যে আমার সমর্থন প্রকাশ করতে চাই। | @0147739241: 나는 라사시를 지지하고 싶다. |
21 | এটি অবশ্যই একটি ভালো প্রকল্প। | 이는 좋은 프로젝트임에 틀림없다. |
22 | সুবিধা প্রদানকারী হিসেবে সরকার সমস্ত টাকা বিনিয়োগ করতে পারে না। | 정부는 조력자로써 모든 돈을 투자할 수는 없다. |
23 | এটা বিনিয়োগের একটি আহবান। | 이는 투자를 부르는 일이 될 것이다. |
24 | এটি শুধু স্থানীয় পর্যটন উন্নয়নে সাহায্য করবে না বরং এতে অনেক সড়ক ও সেতুর মতো নির্মাণ প্রকল্পও রয়েছে। | 이는 지역 관광발전에 도움이 될 뿐만 아니라 도로나 다리같은 건설 붐에도 도움이 될 것이다. |
25 | এটা জনগণের জন্যে ভাল। | 이 계획은 사람들에게도 이득이 될 것이다. |
26 | লাসা একটি আন্তর্জাতিক পর্যটন স্থানে উন্নীত হবে। | 라사시는 이곳을 국제 관광지역으로 홍보할 것이다. |
27 | @বেনিডাব্লিউএফএফজি: ঐতিহ্যকে কিছু প্রদান করা ভাল। | @bayniwffg: 유산을 물려주는 데 좋은 기회가 될 것이다. |
28 | শুধু নিশ্চিত নই তহবিল সত্যিকারভাবেই ভাল জায়গায় যাবে নাকি আপচয় হবে। | 물론 자금이 가야할 곳으로 갈지 낭비가 될지 확신할 수는 없지만 말이다. |
29 | এখনো আমাদের অনেক ক্ষুধার্ত শিশু আছে যাদের শিক্ষা নেওয়ার সামর্থ নেই। | 교육도 받지 못하고 굶주리는 아이들이 여전히 많이 존재한다. |
30 | নিচে প্রকল্পটির বিরোধী নেটাগরিকদের কিছু মতামত দেওয়া হলো: | 아래에는 프로젝트에 반대하는 네티즌들의 의견을 볼 수 있다: |
31 | লাসার পোটালা প্রাসাদ সবসময়েই তিব্বতের পর্যটন আকর্ষণ। | Potala Palace in Lhasa has always been a touristic attraction in Tibet. |
32 | ফ্লিকার ব্যবহারকারী জেমি বারাসের ছবি (সিসি: এনসি-এসএ) | Photo by Flickr user Jamie Barras (CC: NC-SA) |
33 | @এক্সএসসিসিএলডি১৮৭: আমাদের থিম পার্ক নির্মাণ করা উচিৎ নয়। | @xsccld187: 우리는 이 테마파크를 건설해서는 안된다. |
34 | লাসা প্রাকৃতিক সম্পদ, জাতিগত চরিত্র এবং সংস্কৃতি সমৃদ্ধ। | 라사시에는 풍부한 자연 자원, 특색있는 민족 및 문화가 존재한다. |
35 | পর্যটকদের আকর্ষণের জন্যে কোন থিম পার্ক ব্যবহার এবং কৃত্রিম নির্মাণের দরকার নেই। | 테마파크나 인공 건물로 관광객들을 끌어들일 필요가 없다. |
36 | প্রকল্পটি ব্যর্থ হলে এটি লাসা সম্পর্কে জনগণের ইতিবাচক চিত্র বিনষ্ট করবে এবং পর্যটকদের সংখ্যা কমে যাবে। অবশেষে এটা অপচয়ে পর্যবসিত হবে। | 만약 프로젝트가 실패하면, 라사시 사람들의 긍정적인 이미지에 타격을 입게 될 것이고 관광객 숫자도 줄어들게 될 것이다. |
37 | @৪১০৭৫৩২৩৭: আমাদের যখন সঠিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে টাকার দরকার তখন আপনি নিজেকে খুব গরিব বলে কান্নাকাটি করেন। | @410753237: 정당한 일로 돈이 필요하다고 하면, 사람들은 징징거리며 돈이 없다고 한다. |
38 | (অথচ এরকম) একটি অগোছালো প্রকল্পের জন্যে আপনার রয়েছ যত সব টাকা। | 이런 엉망진창인 계획을 위해서라면, 모든 사람들이 돈을 댄다. |
39 | @ক্ষুদ্রইঁদুর: আমাদের তিব্বত ভ্রমণের কারণ স্বর্গ এবং আধ্যাত্মিক দুনিয়া কাছাকাছি যাওয়া, পর্বত ও নদী পরিবেষ্টিত বিশ্বাসের শুদ্ধতার অভিজ্ঞতা নেয়া। | @ratpetty: 우리가 티벳을 여행하는 이유는 하늘과 정신적 세계에 좀 더 가까이 다가가고 싶어서이다. 그 곳에서 우리는 산과 강으로 둘러쌓인 믿음의 순수함을 경험할 수 있다. |
40 | আমরা বাস্তবের জীবন্ত তিব্বত দেখতে চাই, শিল্প-সংস্কৃতির শ্রুতিমধূরতার আাড়ালে কৃত্রিম এবং কুরুচিপূর্ণ নির্মাণ দেখতে চাই না। | 우리는 소위 문화와 예술이라는 이름으로 치장된 인공적이고 거대한 건물들을 보러 티벳에 가는 것이 아니라 티벳의 실제 삶을 보고 싶어한다. |
41 | ৩০হাজার কোটি রেনমিনবি? | 300렌민비라고? |
42 | এটি জনগণ এবং তাদের জীবিকা উন্নত করার জন্যে ব্যয় করুন। | 사람들에게 이 돈을 투자하라 그리고 그들의 삶에 질을 향상 시키는 데 이 돈을 써라. |