# | ben | kor |
---|
1 | সিরিয়া: সাংবাদিকদের হত্যাকাণ্ডে স্তব্ধ অবিশ্বাস | 시리아: 저널리스트의 죽음을 둘러싼 충격 |
2 | এই পোস্ট সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | 이 글은 시리아 민중봉기 2011/12의 일부입니다. |
3 | আজ সামাজিক প্রচার মাধ্যমে সিরিয়ার নিত্যদিনের রক্তপাত-এর সংবাদ ধারণ করা নেট নাগরিকরা অবরূদ্ধ শহর হোমসের বাবা আমর ও তার আশেপাশের এলাকার আজকের মানবতাবিরোধী নৃশংসতার সংবাদে শিক্ত হয়ে এক ধাপ পিছনে সরে আসতে হয়েছে। | 소셜 미디어로 시리아에서 매일 벌어지는 대학살을 보도하고 있는 네티즌들은 오늘 포위된 도시 홈스의 바바 아므 지역에서 추가적으로 벌어진 반인륜적 행위에 경악했다. |
4 | লিবিয়ার ত্রিপোলিতে অবস্থানরত এনপিআর মিডিয়া কৌশলী অ্যাণ্ডি কারভিন টুইট করেছেন: | 현재 리비아 트리폴리에 있는 NPR 미디어 전략가 앤디 카빈의 트윗이다: |
5 | @একারভিন: দুঃখপ্রকাশ করার মতো কিছু একটা বলার আগে আমাকে এক মূহুর্তের জন্যে আনপ্লাগ করতে হয়েছে। | @acarvin: 내가 후회할 말을 하기 전에 좀 나가 있어야겠다. |
6 | আমি এই মূহুর্তে এটা মেনে নিতে পারছি না। | 도저히 받아들일 수가 없다. |
7 | #হোমস্ #সিরিয়া আমি | #홈스(homs) #시리아(syria) |
8 | তিনি আরো বলেছেন: | 그리고 그는 덧붙인다: |
9 | @একারভিন:প্রতিবেদক এবং নাগরিক সাংবাদিকদের হত্যাকাণ্ড আমাদের সাক্ষ্যদান থেকে বিরত রাখতে পারবে না। | @acarvin: 기자들과 시민 기자들을 죽인다고 해서 우리가 (현장을) 목격하는 걸 막을 수는 없다. |
10 | তোমরা আমাদের থামাতে পারবে না। | 당신은 절대 막을 수 없어. |
11 | # সিরিয়া # হোমস | #시리아(syria) #홈스(homs) |
12 | তিনি সাথে যুক্ত করেছেন: | 그리고 이어간다: |
13 | @একারভিন:এসব প্রতিবেদক এবং নাগরিক সাংবাদিকরা আমি আমার এক জীবনে যতটা পারবো এক দিনে তার চেয়ে বেশি সাহস জড়ো করেছে। | @acarvin: 기자들과 시민 기자들은 하루 동안 내가 한평생 하는 것보다 더 많은 용감한 일을 했다. |
14 | আমি তাদের কাছে চিরঋণী। | 난 그들에게 영원한 빚을 졌다. |
15 | # সিরিয়া # হোমস্ | #시리아 #홈스 |
16 | এদিকে আয়াদ এল বাগদাদি স্বীকার করেছেন: | 이야드 엘 바그다디는 사실을 받아들인다: |
17 | :একটু কান্নার জন্যে আমাকে একটি বিরতি নিতে হবে। | @Iyad_elbaghdadi: 잠깐 휴식 시간을 가지고 울어야겠습니다. |
18 | পরে দেখা হবে। | 좀 있다 보죠. |
19 | ব্রিটেনের সানডে টাইমসের যুক্তরাষ্ট্রের সাংবাদিক মেরি কোলভিন এবং ফরাসি আলোকচিত্রী ঘেমি অশলিকের মৃত্যুর প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়াগুলো এসেছে। | 영국 선데이 타임즈 소속의 미국인 저널리스트 마리 콜빈과 프랑스 사진기자 레미 오슐리크가 죽었다는 소식이 전해지자 나온 반응들이었다. |
20 | রয়টার্সের সংবাদ অনুযায়ী, ” তাদের ঘরে শেল আঘাত হানে এবং যখন তারা পালাতে চেষ্টা করে একটি রকেট তাদের আঘাত করে।” | 로히터에 따르면, “포탄이 그들이 있던 집에 날아왔고 그들은 대피하던 도중 로켓을 맞았다.” |
21 | ইতোমধ্যে মাঠ পর্যায়ের নেট নাগরিক সাংবাদিক ও সক্রিয় কর্মীরা, এক জায়গায় অবস্থান করার সময় আক্রান্ত মিডিয়া সেন্টারে তৃতীয় একজন প্রতিবেদক আহত হওয়ার কথা বলেন। | 한편 현지 네티즌들은 저널리스트들과 운동가들이 있던 미디어 센터가 공격당했을 때 또 다른 기자가 부상당했다고 전했다. |
22 | টুইটস(ফর)৪পীস, সিরিয়ার শাসকগোষ্ঠীকে আক্রমণ পরিচালনার দায়ে অভিযুক্ত করেন। | 트윗포피스(Tweets4peace)는 공격을 자행한 시리아 정부를 규탄했다. |
23 | এই টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন: | 트위터 유저의 말이다: |
24 | টুইটস(ফর)৪পীস:আমরা জানি এটা সরকারের কাজ কারণ এখন পর্যন্ত এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা টানা ১৯ দিন ধরে চলেছে। | @tweet4peace: 19일 동안 이런 미사일 공격이 있어왔기 때문에 이번 일도 정권의 소행임을 알 수 있습니다. |
25 | আজকের লক্ষ্য ছিল মিডিয়া সেন্টার # হোমস্ | 오늘의 타겟은 미디어 센터였던거죠. #홈스(homs) |
26 | খবরটি টুইটারে সহানুভূতির বন্যা সৃষ্টি করে যা বাশার আল আসাদ এবং তার শাসনবিরোধী সিরীয় বিক্ষোভে সংঘটিত গণহত্যা এবং হাজার হাজার নাগরিকের মৃত্যুতে বিশ্ববাসীর নীরবতার উপর ইতোমধ্যে ঘুরপাক খাচ্ছে। | 이미 바샤르 알 아사드와 그의 정권에 맞서는 시리아인들에 대한 (벌써 몇 천명의 시민들의 목숨을 빼앗은) 학살에 침묵하는 세계에 충격을 받은 트위터에 소식이 전해지자 네티즌들의 애도의 물결이 불고 있다. |
27 | মিশর থেকে মাহা আব্দোলেনিয়েন টুইট করেছেন: | 이집트에서 마하 압둘레닌의 트윗: |
28 | @মাহাগাবের:মর্মস্তুদ এবং অবিশ্বাস্য। | @mahagaber: 엄청난 충격이고, 한편으로는 믿기지도 않습니다. |
29 | আজ সিরিয়ার হোমসে মেরি কোলভিন নিহত । | 마리 콜빈이 오늘 시리아 홈스에서 죽었습니다. |
30 | আমি তার সাথে ব্যাপকভাবে মিশরের সবকিছুর উপর কাজ করেছি। | 전 이집트에서 그녀와 함께 온종일 일했었죠. |
31 | দায়া হাদিদ মন্তব্য করেছেন: | 디아 하디드의 말이다: |
32 | @@দায়াহাদিদ:শান্তিতে থাক মেরি কোলভিন, ঘেমি অশলিক। | @diaahadid: 마리 콜빈 그리고 레미 오슐리크, 평화롭게 잠드소서. |
33 | খুব কমই এত সম্মানের সাথে মৃত্যুবরণ করেন - যা অন্যেরা লুকাতে চায় তা বিশ্বকে বলে দিয়ে। | 다른 이들이 감추려고 하는 것을 세상에 밝히니, 이만큼 명예로운 죽음도 없을 것입니다. |
34 | আর রানিয়া জাবানেহ আমাদের মনে করিয়ে দেন: | 그리고 라니아 자바네는 우리에게 다시 한번 일깨워준다: |
35 | @আরজাবানেহ: # সিরিয়া সাংবাদিকদের জন্য একটি মরণফাঁদে পরিণত হচ্ছে। | @RZabaneh: #시리아는 저널리스트들에게 죽음의 함정과 다를 것이 없습니다. |
36 | এটা সাংঘাতিক: ২০১২ সালে আট সাংবাদিক নিহত; চারজন # হোমস্-এ। | 언어도단의 현실입니다: 2012년부터 8명의 저널리스트들이 죽었고, 그 중 4명이 홈스에서 죽었어요. |
37 | এদিকে সিএনএন-এর প্রতিবেদক আরওয়া উপসংহার টেনেছেন এই বলে: | 한편, CNN 기자 아르와 다몬은 결론짓는다: |
38 | @আরওয়াসিএনএন:#হোমসে নিহত আমাদের সহকর্মী তোমরা শান্তিতে ঘুমাও, নৃশংসতার উপর আলোকপাত করতে গিয়ে আমরা যে দাম পরিশোধ করি, স্বাধীনতার জন্যে # সিরিয়া তা পরিশোধ করে প্রতিদিন | @arwaCNN: #홈스(homs)에서 죽은 2명의 동료들이 평화롭게 잠들기를. 극악무도한 행위들을 보도하기 위해 우리가 치른 희생이, #시리아(syria)에서 매일 자유를 위해 치르는 희생입니다. |
39 | এই পোস্ট সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | 이 글은 시리아 민중봉기 2011/12의 일부입니다. |