# | ben | kor |
---|
1 | মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবাদ বন্ধ করে দিল দক্ষিণ কোরিয়ার ‘গ্যাস ট্যাঙ্ক গ্রান্ডপাস’ | 한국: ‘가스통 할베들'이 미국에서 시위 방해를 하다. |
2 | নির্বাচনে কারচুপির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র বসবাসকারী দক্ষিণ কোরিয়ানদের ডাকা বিক্ষোভ রোধ করা অব্যাহত রেখেছে কুখ্যাত ডান পক্ষের চরমপন্থীরা, যারা ‘গ্যাস ট্যাঙ্ক গ্রান্ডপাস' ডাক নামে পরিচিত। | ‘가스통 할베들‘로 불리는 악명높은 극우주의자들이, 미국에 거주하고 있는 한인들이 눈덩이처럼 커지고 있는 선거 조작 혐의에 대해 벌이고 있는 시위를 계속적으로 방해해왔다. |
3 | স্টোরিফাই ব্যবহারকারী @ডাবলুযেএসফ্রি এই সপ্তাহের শুরুর দিকে ইয়েল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি ছোট শান্তিপূর্ণ বিক্ষোভ বন্ধের চেষ্টারত ডান পক্ষ দলের কিছু ছবি শেয়ার করেছেন। | 스토리파이 이용자 @wjsfree 가 예일대학교에서 이번주 초에 열린 작고 평화로운 시위를 방해하려한 우익 그룹의 사진을 공유했다. |
4 | ইউটিউব ব্যবহারকারী বায়োফিজিক্স৭ নিচে সংঘর্ষের সময়কার কিছু ভিডিও ফুটেজ শেয়ার করেছেন। | 유투브 이용자 biophysics7는 아래에 삽입된 충돌장면 무편집 영상을 공유했다. |
5 | গত সেপ্টেম্বর মাসে, নিউইয়র্ক সিটির একটি সন্ধ্যাকাল জাগরণ প্রতিরোধের সময় প্রতিবাদকারীরা ‘গ্রান্ডপাস'দের কোন একজনের ধারণকৃত অডিও বার্তা ঘটনাক্রমে প্রকাশ (এখনও কোন ইংরেজি উপশিরোনাম পাওয়া যায়নি) করে দেয় যে, ক্ষমতাশীল এবং রক্ষণশীল রাজনৈতিক দল থেকে প্রতি বিক্ষোভ প্রতিরোধে তাঁরা ১০০ ডলার করে পেয়েছে। | 지난 9월 심지어 이 ‘할베들'중의 한명이 뉴욕 촛불시위를 방해하던 중 유력기관과 보수 정치 그룹으로 부터 시위당 100 달러를 받는다고 우연히 누설하는 것을 시위 시민들이 비디오 (아직 영문 자막이 없음)에 담았다. |
6 | চরম ভাষা, রুমাল ও সামরিক ইউনিফর্ম দ্বারা চিহ্নিত এই সহিংস ‘গ্রান্ডপাস' দলটি শুধুমাত্র ৫০ ঊর্ধ্ব বয়স্ক পুরুষদের নিয়ে গঠিত। প্রতিবাদকারীদের ‘সরকার বিরোধী সমাজতন্ত্রবাদী' নাম দেয়া হয়। | 극단적인 언어, 목에 두른 스카프, 그리고 군복으로 특징지워지는 이 폭력적인 ‘할베들'은 모두 50세 이상의 노인들이고, 시위자들을 ‘반정부 공산당놈들'이라 부르며, 휴대용 가스 탱크, 소화기와 막대기를 포함한 온갖 종류의 무기를 휘두르는 데서 그 별명을 얻었다. |
7 | বহনযোগ্য গ্যাস ট্যাংক, অগ্নি নির্বাপক ও লাঠি সহ সমস্ত প্রকারের অস্ত্র চালনা করে বলে তাঁরা এই ডাক নাম অর্জন করেছে। | |