# | ben | kor |
---|
1 | জাপান: “কেন আমাদের পারমাণবিক শক্তির প্রয়োজন?” | 일본: “일본에 원자력 에너지가 왜 필요한가?” |
2 | আমাদের এই পোস্টটি জাপানের ভূমিকম্পের উপর তৈরি করা বিশেষ কাভারেজের অংশ পারমাণবিক শক্তির ঝুঁকি এবং তার সুবিধা নিয়ে সারা বিশ্বে বিতর্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে শুক্রবার, ১১ মার্চে যখন ৮. | 이 포스트는 글로벌 보이스 일본 지진 2011 특집 보도의 일부입니다. |
3 | ৯ মাত্রার এক ভূমিকম্প জাপানে আঘাত হানে, যা সারা বিশ্বে এক আতঙ্ক সৃষ্টি করে, কারণ সে সময় ভূমিকম্প আঘাত হানা এলাকা ফুকুশিমার অন্তত দুটি পারমাণবিক চুল্লি গলে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে। | 3월 11일 일본 열도를 강타한 진도 8.9의 지진으로 후쿠오카 근처에 위치한 최소 두 원자력 발전소의 원로 노심이 용해될 위기에 처했을지도 모른다는 불안감이 커져가는 가운데 원자력 발전소의 위험성과 이점에 관한 토론이 불거졌다. |
4 | জাপানের উত্তর পূর্ব এলাকার হাজার হাজার বাসিন্দা তেজস্ক্রিয়তায় আক্রান্ত হবার হুমকির মুখে পড়ে যায়, এবং প্রচণ্ড খারাপ কিছু ঘটার শঙ্কায়, সেখান থেকে লোকজনকে সরিয়ে দেওয়া শুরু হয়। | 방사능 위험에 노출된 일본 동북지역 수천 명의 주민들은 만일에 있을 최악의 상황에 대비해 현재 대피 중에 있다. |
5 | শনিবার, ১২ মার্চে, ফুকুশিমায় পারমানবিক চুল্লিতে এক বিস্ফোরণ ঘটে। | 3월 12일 토요일에는 후쿠시마의 한 발전소에서 폭발이 있었다. |
6 | সেদিন সারাদিন ধরে, জাপানী নাগরিকরা টুইটারে তাদের চিন্তা ব্যক্ত করতে থাকে। | 일본 국민들은 이날 트위터를 통해 지속적으로 우려의 목소리를 나누었다. |
7 | কেউ কেউ ভয় ছাড়ানোর কারণে টুইটারের বিরুদ্ধে তাদের হতাশা ব্যক্ত করেছে, যা থেকে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে, এবং অনেকে নিরপত্তা ঝুঁকির বিষয়ে হতাশা ব্যক্ত করেছে। | 몇몇은 국민들을 공황상태로 몰아넣을 수 있는 자극적인 트윗을 자제하라고 권고했으며 다른 더 많은 이들은 안전 위험성에 대한 불만을 털어놓았다. |
8 | টাকুইয়া কাউই (@হিমানাইনু_কাউই) একজন শিক্ষক এবং জাপানের অন্যতম সোশাল মিডিয়া ব্যক্তিত্ব, যিনি আগের পরবর্তী অংশে অবস্থান করেন। | 교사이자 일본 소셜미디어의 주축인Takuya Kawai (@himanainu_kawai)는 전자의 경우에 해당한다: @himanainu_kawai: |
9 | হিমানাইনু_কাওয়াই: যে সমস্ত লোক পারমাণবিক চুল্লিতে কাজ করছে তাদের তেজস্ক্রিয়তায় আক্রান্ত হবার ভয় রয়েছে। | 원자력 발전소에 남아 일하며 방사능에 노출될 위험에 처해있는 분들이 계십니다. |
10 | আসুন আমরা এখন কৃতজ্ঞ থাকি এবং পারমাণবিক চুল্লির সমালোচনা করা থেকে বিরত থাকি। | 그분들에게 감사하며 이제 그만 원자력에 관한 비판은 접어둡시다. |
11 | স্যাটেলাইটের ছবি প্রদর্শন করছে, ফুকুশিমার ডাই-নি পরমাণবিক চুল্লি ক্ষতিগ্রস্ত হয়েছে। | Satellite image showing earthquake damage at the Fukushima Dai-Ni nuclear power plant. |
12 | ছবির কৃতিত্ব ডিজিটালগ্লোবাল-এর। www.digitalglobe.com (সিসি বাই-এনসি-এনডি ২. | Image credit: DigitalGlobe www.digitalglobe.com (CC BY-NC-ND 2.0). |
13 | ০) জাপানের মত ভূমিকম্প প্রবণ এলাকায় পরমাণবিক চুল্লি তৈরি করার মত বিষয়ে অন্যরা প্রশ্ন করছে: | 다른 이들은 일본처럼 지진 위험이 큰 지역에서 핵에너지를 개발하는 것의 타당성을 문제점으로 삼았다: |
14 | সল্টফিশ_এনএসকে: ইলেকট্রিক কোম্পানিগুলো ভালোভাবেই জানত যে ভূমিকম্প পারমাণবিক চুল্লির প্রচণ্ড ক্ষতি করতে পারে। | @saltfish_nsk: 전기 회사들은 지진이 원자력 발전소에 일으킬 수 있는 최악의 상황에 대해 잘 알고 있습니다. |
15 | প্রথমত এবং সবসময় এটি ছিল মূল বিবেচনার বিষয়: জাপান এক ভূমিকম্প প্রবণ এলাকা। | 다른 무엇보다 더 중요한 것은 일본이 지진국이라는 것입니다. |
16 | তাহলে আমাদের পারমাণবিক চুল্লির প্রয়োজন কেন? | 우리에게 핵 에너지가 필요할 이유가 뭐가 있죠? |
17 | এখানে এই ধরনের যে কোন দূর্ঘটনা একটি এ-বম্ব (আনবিক বোমা) এর মত পরিস্থিতির সৃষ্টি করবে। | 어떠한 사고라도 일어난다면 그 것은 원자폭탄이 터진 것과 다름없습니다. |
18 | এখানে এই বিষয়টি একজনকে বিস্মিত করতে পারে যে, তাহলে সরকার অতীত থেকে কি শিক্ষা নিয়েছে। | 정부가 과거로부터 도대체 무엇을 배웠는지 의심하게 만드는군요. |
19 | একজন ব্লগার যিনি নিজেকে প্যাসিফস্টি (শান্তিকামী) হিসেবে বর্ণনা করেন এবং তিনি জাপানের প্রতিরক্ষা বিভাগের একজন প্রাক্তন কর্মকর্তা (@ বিএনডি৭) , যিনি এই বিষয়ে আর তেমন একটা বিতর্কের জায়গা রাখেননি: | 자신을 반전주의자 그리고 전직 일본 자위대 장교라고 칭하는 블로거 (@BND7)는 토론의 여지를 남겨두지 않는다: |
20 | @ বিএনডি৭: জাপানের পারমাণবিক চুল্লির প্রয়োজন রয়েছে। | @BND7: 일본은 원자력 발전소가 필요하다. |
21 | একটি পত্রিকার সম্পাদক এবং খণ্ডকালীন গায়ক বলছেন: | 잡지편집장이자 음악가인 어떤 이는 이렇게 말한다: |
22 | @গোসিসিআই০৫১৫: সাধারণ একটি দিনে জনগণ যতটা চায় ততটাই বিদ্যুৎ ব্যবহার করে এবং তারপর তারা পরমাণবিক বিদ্যুতের বিষয়ে তাদের অপছন্দের কথা বলতে করা শুরু করে, বিশেষ করে যখন এই রকম কোন ঘটনা ঘটে, এমনকি যদিও বেশির ভাগ লোক বিষয়টি তেমন ভালোভাবে বোঝে না। | @gocci0515: 사람들은 허구한날 전기를 마음내키는대로 쓰면서 이런 일이 생길 때면 그렇게 잘 이해하지도 못하면서 원자력에 대한 반감을 표시한다. |
23 | তাহলে আমাদের এক বিকল্প জ্বালানির উপায় বলে দিন! | 원자력은 대체 에너지다! |
24 | যদি আপনি বলেন যে, আপনারা টিকে থাকে একটি প্রয়োজনীয় বিষয়, তাহলে ভাবুন, ব্যক্তিগত অনুভূতি দিয়ে কি ভাবে ব্যাপারটি অনুভব করা হয়ে থাকে। | 스스로의 존재가 필요악이라 부르면서 현장에 있는 사람들의 기분은 어떨지 생각해라! |
25 | তারাই হচ্ছে সেই সব ব্যক্তি, যারা সবচেয়ে বেশী বিকল্প হিসেবে পারমাণবিক শক্তিকে চায়। | 원자력을 대체할 것이 있었으면 하고 진정으로 바라고 있을 이들은 그들이다. |
26 | কার প্রতি অভিযোগ? | 비난은 누구의 몫인가? |
27 | অনেক সমালোচক এই বিপর্যয়কর পরিস্থিতির জন্য রাজধানী টোকিওর মত বড় শহরের বিদ্যুৎ-এর চাহিদার প্রতি অভিযোগ করেছে। | 몇몇 비평가들은 이 비극적인 상황의 원인을 도쿄와 같은 대도시들의 전력 소모량으로 꼽았다. |
28 | মোক্কো০৩০৭: ফুকুশিমা এবং নিগাতা জেলার [অঞ্চলের] পারমাণবিক বিদ্যুৎ চুল্লি থাকার কারণ হচ্ছে, টোকিও এবং অন্য সব বড় শহর। | @mokko0307: 후쿠시마와 니가타현에 원자력 발전소들이 있는 이유는 도쿄와 다른 대도시들에 살고 있는 사람들을 위해서죠. |
29 | যদি লোকজন বিদ্যুৎ-এর অপচয় না করত, তাহলে এই সব চুল্লি বসাতে হত না এবং এই ধরনের ঘটনা ঘটত না…. | 만약 사람들이 전기를 낭비하지 않았다면 이런 시설들이 있을 필요도 이런 일이 일어났을 일도 없었을 거고요. |
30 | আমাদের অবশ্যই গুরুত্বের সাথে বিদ্যুৎ-এর অপচয় রোধ করতে হবে। | 우리 정말로 전기낭비 문제를 해결해야 합니다. |
31 | বিপর্যস্ত এবং আক্রান্ত এলাকার লোকদের প্রতি আগ্রহ না দেখানোর কারনে কয়েকজন তাদের ক্ষোভ প্রকাশ করেছে, বিশেষ করে টোকিওর প্রতি। | 어떤 이들은, 특히 도쿄에서, 이번 재난과 관련해 가장 관심이 쏠리지 않고 사람들에게 별 영향을 끼치지 않은 쟁점에 화를 표시하기도 했다. |
32 | এই টুইটটি শনিবারে করা হয়েছে: | 아래는 토요일 자 트윗이다. |
33 | @কোবায়াসু: শিবুয়াইয়ার ক্ষেত্রে বলা যায় [টোকিয়ার কেন্দ্রীয় এলাকা], সেখানে অরোরা ভিশনের এক বিশাল প্রদর্শনী যথারীতি চলছে, দোকানগুলো ঠিক তেমনি আছে, পাচিনকো পারলাল [ বিনোদনমূলক জুয়ার আড্ডাখানা] খোলা রয়েছে, এবং এটি এমন ভাবে জনাকীর্ণ যেন অন্য সব শনিবারের মতই একটা দিন, যথারীতি এখানে সে সব দিনের মত ভিড় রয়েছে। | @cobayasu: 시부야 이야기를 하자면 오로라 비전의 전광판은 여전히 밝혀져 있는 상태고 가게들은 평소처럼 영업 중입니다. Pachinko 팔러 (도박 오락장)들도 영업 중이고 여느 토요일처럼 붐비기까지 합니다. |
34 | শিবুয়াইয়া এলাকায় এমনভাবে দৈনন্দিন কাজ সমাধা হচ্ছে যেন, এর সাথে ফুকুশিমার পারমানবিক চুল্লী এবং সেখানকার ভূমিকম্প আক্রান্তদের কোন সম্পর্ক নেই। | 시부야는 일상으로 돌아가는 중이고 후쿠시마의 원자력발전소 상황과 그로 인해 괴로워하는 사람들은 안중에 없습니다. |
35 | একতার অনুভূতি এবং টুইটারে যে সঙ্কট নিয়ে আলোচনা হচ্ছিল, তা এই এলাকায় দেখা যাচ্ছিল না। | 트위터에서 느껴지는 일체감을 이 지역에서는 전혀 느낄 수 없네요. |
36 | ১২ মার্চের রাতে কি ভাবে কয়েকটি কোম্পানী তাদের ইলেকট্রিক সাইন বন্ধ করে দিয়েছিল তার কথা উল্লেখ করে @মাসাকাওয়াকাকা টুইট করেছে: | 3월 12일 밤, 전광판을 꺼둔 기업들이 거의 없다는 것을 언급하며 @MasaKawaKAKA는 이렇게 트윗했다: |
37 | জাপানী কোম্পানী গ্লিকো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নাগরিকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য বিজ্ঞাপন বিলবোর্ড বন্ধ করে রাখে। | Japanese company Glico pays respects to quake victims with advert blackout. |
38 | ছবি পোস্ট করেছে টুইটপিক ব্যবহারকারী @মাসাকাওয়াকাকা | Image posted by Twitpic user @MasaKawaKAKA. |
39 | @মাসাকাওয়াকাকা:গ্লিকো ছিল একমাত্র কোম্পানী যারা পরিস্থিতি সম্বন্ধে উপলব্ধি করতে পেরেছিল! ! http://twitpic.com/48r1o9 | @MasaKawaKAKA: 이 상황을 이해하는 유일한 기업! http://twitpic.com/48r1o9 |
40 | করণীয় কাজ কি? | 앞으로 해야 할 일은? |
41 | যখন পরমাণবিক চুল্লিতে জরুরি তাপ নিয়ন্ত্রণ পদ্ধতির সম্যসার বিষয়টি সব জায়গায় ছড়িয়ে পড়তে থাকে, তখন অনেক আতঙ্কজনক টুইট করা হয়: | 원자력 발전소들의 긴급 냉각 체계와 관련된 문제점들이 계속해서 수면 위로 떠오르면서, 두려움을 표하는 트윗들이 늘어나고있다: |
42 | @উইন্ডিএক্সলেডি: পারমাণবিক চুল্লির সেই [ভিডিও] দৃশ্য. | @WindyxLady: 원자력 발전소 동영상 완전 무섭네! |
43 | যা ছিল খুবই ভয়াবহ! যেখানে ভূমিকম্প আঘাত করেছে বাতাস সেই দিকে বইছিল। | 지진 피해를 입은 지역 쪽으로 바람이 불고 있잖아. |
44 | এটি কি পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে পারে? | 이게 최악의 상황이 아닐까? |
45 | আমাদের বিদেশী কিছু বিশেষজ্ঞের সাহায্যের প্রয়োজন, যাদের পারমাণবিক চুল্লিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে । | 원자력 관련 경험이 많은 해외 전문가들의 조언이 필요할지도. |
46 | এটি কি এতটাই ভয়াবহ যে, সরকার তার নাগরিকদের তা বলতে পারছে না? | 너무나 상황이 심각해서 정부가 국민들에게 말을 하지 못 하는 걸까? |
47 | ফুকুওকা এলাকার এক ওয়েব প্রোগ্রামার ভাগ্যের সহায়তা চাইছেন: | 후쿠오카현에 거주하는 웹 프로그래머는 운명론자적 입장을 취한다: |
48 | @সিনো১৯৪৫: ঠিক আছে…. | @sino1945: 음.. |
49 | ফুকুশিমা পারমাণবিক চুল্লি থেকে অনেক দুরে থাকা আমার মত একজনের ক্ষেত্রে, এই ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানা প্রয়োজন। এমনকি যদি আমার কাছে এই বিষয়ে তথ্য থাকে, তারপরেও আমি এই ক্ষেত্রে কোন কিছু করতে পারব না, তাই না? | 후쿠시마 원자력 발전소에 멀리 떨어져있는 사람으로서 저는 자세한 사항을 알아야 할 필요가 없다고 봅니다. |
50 | আমি কেবল সেখানে বাস করা লোকদের নিরাপত্তা এবং কর্মীদের প্রচেষ্টার ক্ষেত্রে প্রার্থনা করতে পারি। | 정보가 있다 한들 제가 뭘 할 수 있겠습니까? |
51 | আমাদের এই পোস্টটি জাপানের ভূমিকম্পের উপর তৈরি করা বিশেষ কাভারেজের অংশ জাপানী ভাষা থেকে অনুবাদ করেছে টমোমি সাসাকি | 현장에서 일하는 분들의 안전과 노력을 위해 기도하는 수 밖에요. |