# | ben | kor |
---|
1 | গাজা নিয়ে বৈঠকে বসতে আরব লীগের এতো তাড়া কেন? | 아랍리그가 가자지구와 관련해 급하게 회동하려는 까닭은? |
2 | গাজায় সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলা এবং এর ফলশ্রুতিতে ইসরাইলে হামাসের রকেট হামলার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার রাতে একটি জরুরী সভা আয়োজন করে। | 유엔안전보장이사회는 수요일 밤 하마스의 이스라엘 공격의 보복으로 최근 일어나고 있는 이스라엘의 가자지구 폭탄공격과 관련한 긴급회의를 소집했다. |
3 | অন্যদিকে আরব লীগ বলেছে, তাঁরা সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শনিবারে [১৭ ই নভেম্বর,২০১২] সাক্ষাৎ করবে। | 반면, 아랍리그는 2012년 11월 17일인 토요일에서야 만나 최근 긴장상태에 대해 토론하기로 했다. |
4 | আরব বিশ্ব জুড়ে নেট নাগরিকদের ক্রোধ ও উপহাসের প্রেক্ষিতে আরব লীগের পদক্ষেপের [অভাবের] জন্য এ সাক্ষাতের আয়োজন। | 이에 네티즌들은 아랍리그가 이렇듯 아무런 구체적 조치도 취하지 않는것에 대해 격분을 나타내거나 조롱했다. |
5 | আমর টুইটারে বিদ্রুপ করে বলেছেনঃ | 트위터에서, 아므르(Amr)는 다음과 같이 비아냥거렸다. : |
6 | @৩আমরবিঃ - আজ রাতে তারা লোকেদের হত্যা করছে! - ঠিক আছে, চলুন তিন দিনের মধ্যে এটা নিয়ে আলোচনায় বসি। | @3amrB: - 그들이 오늘밤 사람을 죽이고 있대-그래, 우리 3일 후에 만나서 이것에 대해 얘기해보자구. |
7 | তিনি আরও করেছেনঃ | 그는 다음과 같이 덧붙였다: |
8 | @৩আমরবিঃ আরব বিশ্ব কবে কনফারেন্স কলিং এর মতো উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু করবে? | @3amrB: 아랍 세계는 언제쯤 최근 기술인 컨퍼런스 콜이라는 기술을 사용하게될까? |
9 | সাম্প্রতিক গাজা-ইসরাইল দন্দ্ব নিয়ে আঁকা কার্টুনটি শেয়ার করেছেন ব্রাজিলের কার্লোস লাটুফ | Brazilian Carlos Latuff shares this cartoon on the latest Gaza-Israel conflict |
10 | এবং তিনি আরও যোগ করেছেনঃ | 그리고 그는 계속해서: |
11 | @৩আমরবিঃ কল্পনা করুন যে মোবাইল ফোনে এফএম রেডিও চলছে, তাদের কেউই জানেনা যে কোন বোতামটি চাপতে হবে, সবাই একই সময়ে কথা বলছে, কেউ জানেনা কে কথা বলছে। | @3amrB: FM이 전화통화를 하고 있다고 상상해보라, 아무도 어떤 단추를 눌러야 할지 알지 못하므로 모든 사람들이 동시에 얘기를 할 것이다. |
12 | মিশরীয় লিলিয়ান ওয়াগজি ভেবেছেন [আরবি]: | 아무도 누가 지금 얘기하고 있는지 알지 못할 것이다. |
13 | @লিলিয়ানওয়াগজিঃ আরব লীগের সভা কেন শনিবার অনুষ্ঠিত হচ্ছে? | 이집트인 웨그디(Lilian Wagdy)는 심사숙고한 후 다음과 같은 의견을 달았다 [ar]: |
14 | তারা কি একটি জরুরী সভা ডাকতে পারত না? | @lilianwagdy: 아랍리그는 왜 토요일 회담을 위해 회동하는가? |
15 | লেবাননের অক্টেভিয়া নাসর আরব লীগের ব্যর্থতা নিয়ে উচ্চস্বরে বলেছেনঃ | 긴급회의말고 언제 회의를 열어보긴 했는가? 레바논인 나스르(Octavia Nasr)는 아랍리그의 실패를 선언했다: |
16 | @অক্টেভিয়ানাসরঃ দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে আরব লীগঃ ভুক্তভোগী লোকেরা এই মুহূর্তে একটি “জরুরী” সভা আশা করছে, তিন দিন পরে নয়!! | @octavianasr: 아랍리그, 주목하기는 글렀다: 사람들이 생각하는 “긴급”회의란 3일이 걸려 열리는 회의를 말하는게 아니다. |
17 | #ইসরাইল #গাজা #সিরিয়া | #이스라엘#가자#시리아 |
18 | ফিলিস্তিনি ভিডিও বলছেঃ | 팔레스타인 비디오는 다음과같이 덧붙였다: |
19 | @ফিলিস্তিনভিডিওঃ যেহেতু [যে] আরব লীগের পররাষ্ট্র মন্ত্রিরা ব্যস্ত, তারা আপনাকে জানাতে চায় যে গাজায় ইসরাইলি হামলা নিয়ে ডাকা সভা শনিবার পর্যন্ত পিছিয়ে নিতে হয়েছে। | @PalestineVideo: 아랍리그 외교부 장관이 바쁘다면, 아랍리그는 가자지구에 대한 이스라엘의 공격도 토요일까지 멈추라고 얘기해놓아야 한다. |
20 | এবং তিনি আরও বলেছেনঃ | 그는 계속해서 덧붙였다: |
21 | @ফিলিস্তিনিভিডিওঃ [যে] জনশ্রুতি পেয়ে আরব লীগ তার জরুরী সভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, রুচি সম্মত খাবার ও পানীয় পৌছানোর সাথে সাথেই তাদের সভা শুরু হবে। | @PalestineVideo:소문에 따르면, 아랍리그는 긴급회의를 열 준비가 되었다고 한다. 아마 이 준비는 값비싼 음식과 음료가 도착하는대로 시작할 모양이다. |
22 | সিরিয়ার শেখর মন্তব্য করেছেনঃ @সিরিয়ানিউজঃ আরব লীগ একটি *জরুরী* বৈঠক করতে যাচ্ছে। | 반면 시리아인 사크흐르(Sakhr)는 다음과 같이 발언했다: |
23 | আগামীকাল, অথবা হতে পারে কিছুদিনের মধ্যে। | @syrianews: 아랍리그는 *긴급*회의를 내일 열것이다. |
24 | (আন্তরিকতার সাথে)। | 또는 몇 일 안으로 (진심) |