Sentence alignment for gv-ben-20110127-15134.xml (html) - gv-kor-20110126-942.xml (html)

#benkor
1মিশর: ছবিতে ২৫ জানুয়ারির বিক্ষোভ이집트: 사진으로 보는 1월 25일의 시위
2এই পোস্টটি মিশরের প্রতিবাদ বিক্ষোভ-২০১১ এর উপর করা আমাদের বিশেষ প্রতিবেদন-এর অংশ।사진 한 장이 천 개의 트윗만큼 가치가 있다.
3একটি ছবি হাজার টুইটের চেয়ে বেশি কথা বলে, বিশেষ করে যখন মিশরে আজকের চলমান বিক্ষোভের প্রদর্শনের তথ্য যাতে প্রকাশ না হয় তার জন্য টুইটার বন্ধ করে রাখা হয় ।
4আজ মিশরে সেই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।특히 트위터가 막힌 이집트 같은 상황에서는 말이다.
5মিশরীয় ব্লগার জেইনোবিয়া নামক ভদ্রমহিলা সিদ্ধান্ত নিয়েছিলেন যে, এই দিনে তিনি তার ক্যামেরা নিয়ে বের হয়ে পড়বেন এবং রাস্তায় গিয়ে কিছু ছবি তুলবেন এবং সেগুলো তার ফ্লিকার একাউন্টে উঠিয়ে দেবেন:이집트는 현재 진행되고 있는 시위에 대한 정보의 교환을 막기 위해서 트위터를 폐쇄했다. 이에 이집트 블로거 제이노비아(Zeinobia)는 카메라를 가지고 거리에 나가 사진을 찍었다.
6এই ছবিটি তুলেছে জেইনোবিয়া, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে তা ব্যবহার করা হয়েছে।그리고 사진을 그녀의 플리커(Flickr) 계정에 올렸다.
7আজ মিশরের জাতীয় ছুটির দিন।아래는 그녀가 찍은 사진들이다.
8রাস্তাঘাট ফাঁকা। তারপরেও নিরাপত্তা পুলিশ বিক্ষোভকারীদের স্রোত নিয়ন্ত্রণে নিজস্ব পরিকল্পনা গ্রহণ করেছে।This photo is taken by Zeinobia, under creative commons license.
9বিশেষ করে তারা বিক্ষোভকারীদের স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করার সুবিধা লাভ করে, যখন কায়রোর নিত্য দিনের চেনা ট্র্যাফিক জ্যামের দৃশ্য এদিন দেখা যায়নি ।
10এই ছবিটি জেইনোবিয়ার তোলা, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে তা ব্যবহার করা হয়েছে।오늘을 이집트의 국가 기념일로, 거리는 텅 비어 있었다.
11রাশাদ নিউ নেটওয়ার্ক কায়রোর কেন্দ্র স্থলের তাহরির স্কোয়ারের বিক্ষোভকারীদের এক বিস্ময়কর ছবি তাদের ফেসবুকের পাতায় প্রকাশ করেছে।평시 교통 흐름을 자연적으로 제어 했었던 카이로 거리의 교통 체증이 갑자기 사라지면서 전경들은 어떻게 시위 흐름을 통제할 지 특별 계획을 짜서 움직였다.
12(বিশেষ সংবাদ: এই ছবিটি দৃশ্যত গেটি ইমেজ নামে কপিরাইট করা, বিষয়টি দেখার জন্য ওয়াশিংটন পোস্ট-এ প্রবেশ করুন) সন্ধ্যায়, এল-তাহরির স্কোয়ারের সামনে বিক্ষোভকারীদের সংখ্যা সত্যিকার অর্থে বিশাল এক জনতায় পরিণত হয়।라스트 뉴 네트워크(Rassd New Network)는 카이로 중심가 타리르(Tahrir) 광장를 메운 시위대를 담은 멋진 사진을 그들의 페이스 북 계정에 실었다.
13বর্তমানে মাইদান এল-তাহরির বা তাহরির চত্বর অজস্র প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।Photo taken from RNN Facebook page
14এর মধ্যে অন্যতম মার্চ ২০০৩ সালের প্রতিবাদের, যখন জনতা ইরাক যুদ্ধের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ প্রদর্শনের জন্য নেমে আসে।
15বিকেল বেলা মিশর থেকে টুইটারে সংবাদ প্রদান বন্ধ করে দেওয়া হয়।트위터는 이집트에서 오후부터 폐쇄 되었다고 전해지고 있다.
16তবে এর আগে, কয়েকজন ব্যক্তি টুইটপিক ব্যবহার করে টুইটারে কিছু ছবি উঠিয়ে দিতে সক্ষম হয়।트위터가 막히기 전까지 몇몇 이들은 트윗픽(Twitpic)등의 프로그램을 통해서 사진을 올렸다.
17@ মা_না৭এজ নীচের ছবিটি তার টুইটপিক একাউন্টে উঠিয়ে দিতে সক্ষম হয়।트위터리안 @M_Na7as도 트윗픽 계정으로 사진을 올렸다.
18এই ছবিতে দেখা যাচ্ছে এল মাহাল্লা শহরে বিক্ষোভকারীদের সংখ্যা নিরাপত্তা বাহিনীকে ছাড়িয়ে গেছে।그의 사진에는 엘 마할라(El-Mahalla) 도시에서 시위대가 전경 수를 압도하는 장면이 찍혀있다.
19ছবিটি তুলেছে @এম_না৭এজ।Photo taken by @M_Na7as
20এছাড়াও মিশরের বাইরে, লোকজন তাদের ক্যামেরা দিয়ে বিক্ষোভের ছবি ধারণ করেছে।이집트 외부에서도 사람들이 시위 장면을 카메라에 담았다.
21@মাফাআলসুওইয়াদান নীচের বিক্ষোভের ছবিটি আমাদের প্রদর্শন করছে, যা কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হয়েছে।@MafazAlSuwaidan는 아래에 캐나다 토론토에서 벌어진 시위 사진을 공유했다.
22ছবি তুলেছেন @মাফাজPhoto taken by @MafazAlSuwaidan
23অন্যসব ছবির মত গুরুত্বপূর্ণ সর্বশেষ ছবি, @দিঅনলিওয়্যারম্যান-এর তুলে দেওয়া এই ছবিতে দেখা যাচ্ছে মাডি নামক অঞ্চলের শান্ত রাস্তায় সেনা ভর্তি ট্রাক।마지막으로 @TheOnlyWarman은 군사들이 잔뜩 탄 (군용)트럭들이 마아디(Maadi)의 조용한 구역을 지나 가는 장면을 담은 사진을 공유했다.
24কায়রোর রাস্তায় কিছু ট্রাক ভর্তি সেনাকে টহল দিতে দেখা গেছে, ঘটনা হচ্ছে তারা ততটা উদ্বিগ্ন নয় এমন এক স্থানীয় প্রশাসনকে সাহায্য করার প্রস্তাব প্রদান করে।이러한 트럭은 카이로 거리에서도 보이는데, 이들은 조금 긴장이 완화된 지역구에서 (시위가 격심한 지역에) 도움을 주기 위해 파견된 인력들이다.
25এবং @আলাসমারি রাস্তার এক বিলবোর্ডে মিশরীয় রাষ্ট্রপতির ছেঁড়া এক ছবির দৃশ্য আমাদের সামনে তুলে ধরছেন।다른 트위터리안 @alasmari은 거리 간판에 걸린 이집트 대통령의 사진이 찢겨진 모습을 공유하기도 했다.
26এদিকে লায়লা আল খাতিব এবং মিরেলে রাদ এক নতুন ফটো এগ্রিগেটর (ফটো ফিড বা উক্ত বিষয়ে বিভিন্ন সংবাদ এখানে এসে জমা হবে) তৈরি করেছে। যাতে একই জায়গায় নেট নাগরিকদের ছবি গুলো সংগ্রহ এবং প্রদর্শন করা যায়।레바논의 웹 개발자인 라얄 알 카팁(Layal Al Khatib)와 미렐 라드(Mirelle Raad)는 새로운 사진 통합 프로그램을 개발하여 이를 통해 누리꾼의 시위 장면 사진을 한 곳에 모으고 있다.
27এই প্রকল্প শেষ হবার পর লায়লা টুইট করেছে:이 프로젝트를 완성시키고는 라얄은 이렇게 트윗했다.
28@মিঘেইলির সাথে #২৫জানুয়ারির ঘটনাবলি নিয়ে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুন। টুইটারের মাধ্যমে যে সমস্ত ছবি প্রকাশ করা হয়েছে, সেগুলো এখানে রয়েছে>http://abaadblogs.com/imagefeed/미렐@migheille과 함께 의미있는 일(#jan25:1월 25일 시위)을 위해 같이 노력한 것은 참 멋진 경험이었다.
29এবং মিরেইলি এর সাথে যোগ করেছে: আসুন বিশ্বকে দেখাই, এখন পর্যন্ত #জানুয়ারি২৫-এর মাধ্যমে ৪২৩ টি ছবি পাওয়া গেছে।이제 트위터에 올린 사진들을 이제 여기에서 볼 수 있다. http://abaadblogs.com/imagefeed/
30যেগুলো http://goo.gl/diwO8 নামক ওয়েব সাইটে প্রদর্শিত হচ্ছে।이에 미렐은 이렇게 더했다.
31ঘটনাস্থলে উপস্থিত জনতার তোলা সরাসরি ছবি যা টুইটারে প্রদান করা হয়েছে, দয়া করে তা অন্যদের প্রদর্শন করুন। Email이제 세계가#jan25(1월 25일 사건의) 423개의 사진을 보게 될 것입니다.
32লিখেছেনTarek Amr অনুবাদ করেছেন বিজয়이집트 시위는 여기에서 볼 수 있습니다. http://goo.gl/diwO8 실황 트윗 사진을 공유해 주세요.