Sentence alignment for gv-ben-20101028-13221.xml (html) - gv-kor-20101027-241.xml (html)

#benkor
1মেক্সিকো: মারা যাচ্ছে লরমা নামের নদীটি멕시코: 레르마 강이 죽어간다
2লরমা সান্তিয়াগো নদী (সাধারণত এই নদী রিও লরমা নামে পরিচিত) মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম নদী।(주로 “리오 레르마 강”이라고 불리는) 레르마 산티아고 강 은 멕시코에서 두 번째로 긴 강이다.
3একই সাথে এই নদী দেশটির রাজধানী এবং কেন্দ্রীয় এলাকার সুপেয় পানির উৎস হিসেবে ব্যবহৃত হয়।또한 이 강은 나라의 수도와 중심부의 식수원이다.
4১৭ ও ১৮ শতকে নদীর পাড়ে বিশাল হেসিয়েনডাস বা চাষের জমি, খামার, বাড়ি, কারখানা, খনি স্থাপন করা হয়।17세기와 18세기 동안, 거대한 대농장들 또한 이 강을 따라 세워졌다.
5দুর্ভাগ্যক্রমে বর্তমানে নদীটি ধ্বংসের মুখে পতিত হয়েছে।하지만 오늘날, 이 강은 죽어가고 있다.
6বেশ কিছু দুষণের উৎসের কারণে (যেমন কারখানা) নদীটি ভয়াবহভাবে দুষিত হয়েছে। ফলে, নদীর পূর্বের অবস্থা ফিরিয়ে আনা ও তাকে পরিষ্কার রাখার জন্য কোটি কোটি টাকা (মিলিয়ন ডলার) খরচ করা হয়েছে, কিন্তু তা খুব একটা কাজে আসেনি।공장과 같은 수많은 오염물질 배출원으로 인해 심각하게 오염된 강을 살리기 위해 몇 천만 달러가 들어갔지만, 긍정적인 결과는 나오지 않고 있다.
7ব্লগ এজেনডাহিডালগুয়েনসে [স্প্যানিশ ভাষায়], মেক্সিকোর রাষ্ট্রপতি ফিলিপে কালডেরন এর একটি বক্তব্য উদ্ধৃত করেছে, তিনি একটি দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন।블로그 agendahidalguense [es]에서 인용한 멕시코의 대통령 펠리페 칼데론 의 수질 정화가 국정의 주요 과제인 나라가 되는 것이 얼마나 중요한지에 대해 한 연설이다:
8এই সব বিষয়ের মধ্যে জলধারা পরিষ্কার রাখা অন্যতম এক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়:Schuldes Dávila recordó que desde el 26 de marzo del presente año, el Lic.
9সুলডেন ডাভিলা এ বছরের ২৬ মার্চের দিনটির কথা স্মরণ করেছেন, সেদিন ফিলিপে কালডেরন হিনোজোসা সকল অভিনেতা-অভিনেত্রীদের পানির উৎসের ব্যবহার, ব্যবস্থাপনা এবং সংরক্ষণে এগিয়ে আসার জন্য আহ্বান জানান এবং একসাথে মিলে পানি বিষয়ক এক কর্যক্রম তৈরির কথা বলেন। নিশ্চিতভাবে বলা যায় আমাদের দেশের জন্য এটি এক ইতিহাস হবে।Felipe Calderón Hinojosa, hizo un llamado a todos los actores a involucrarse en el uso, manejo y preservación del recurso agua, para que juntos construyamos esta Agenda del Agua, que sin duda marcara la historia de nuestro país, mencionó que es necesario alcanzar un México limpio, donde el 100 por ciento de las aguas residuales sean tratadas.
10এছাড়াও, তিনি উল্লেখ করেন যে আমাদের পরিবেশগতভাবে পরিষ্কার এক মেক্সিকোকে তৈরি করা প্রয়োজন, যেখানে শত ভাগ ব্যবহৃত নষ্ট হয়ে যাওয়া পানিকে (গৃহস্থালী, ইত্যাদি কাজে নষ্ট হয়ে যাওয়া পানি বা ওয়েস্ট ওয়াটার) পুনরায় পরিশোধিত করা হবে।Un México donde toda la población, disponga de agua potable. Un México responsable con el medio ambiente, que preserve el equilibrio, no sólo de los acuíferos, sino de sistemas y microsistemas ambientales completos.
11এমন এক মেক্সিকোকে আমাদের নির্মাণ করতে হবে যেখানে সমগ্র জনগোষ্ঠীর সুপেয় পানির উপর অধিকার থাকবে, এমন এক মেক্সিকো যা পরিবেশ বিষয়ে দায়িত্বশীল হবে, যেখানে আমরা কেবল ভারসাম্যপূর্ণভাবে পানির প্রাকৃতিক উৎস সংরক্ষণ করব না, তার সাথে পুরো পরিবেশগত পদ্ধতি এবং মাইক্রোসিস্টেম বা ক্ষুদ্র সব যান্ত্রিক ব্যবস্থাপনাকে সংরক্ষণ করব।Schulden Davila recalled that 올해 3월 26일부터 펠리페 캘더론 히노호사가 모든 배우들이 수원지의 보호와 관리 그리고 사용에 참여하고 우리 나라의 역사에 길이 남을 대대적인 <물 보호 정책>을 만드는 것에 동참하도록 했다고 회상했습니다. 또한 그는 폐수를 100% 처리하는 ‘깨끗한 멕시코' 를 만드는 것이 필수적이라고 말했습니다. 국민
12পানি নিয়ে কর্মসূচি: ২০৩০ সালকে উপস্থাপন নামক অনুষ্ঠানে রাষ্ট্রপতি ফিলপে কালডেরন।모두가 식수를 마실 수 있는 멕시코. 환경
13에 대해 책임의식을 갖고 대수층 뿐만이 아니라 모든 환경 시스템의 균형을 맞추기 위해 노력하는 멕시코가 되어야한다고 말입니다.
14ছবি ফ্লিকার ব্যবহারকারী গবিয়েরনো ফেডারেলের।<물 보호 어젠다:2030>에서의 펠리페 캘더론 대통령.Im
15এট্রিবিউশন-ননকর্মাশিয়ার ২. ০ জেনেরিক ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে।age by Flickr user Gobierno Federal, used under an Attribution-NonCommercial 2.0 Generic Creative Commons license
16দুষণ심각한 수질 오염
17প্যাট্রিসিয়া ভেগা ভিলাভিসিয়েনসিও-এর লেখা এবং আইএসপি সংবাদ ওয়েবসাইটে প্রকাশিত “মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া নদী অববাহিকার জন্য কোন অর্থ বরাদ্দ নেই” নামক প্রবন্ধ অনুসারে নদীর পানি পরিষ্কার করার জন্য বিশাল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, কিন্তু তার খুব সামান্যই কাজে এসেছে:ISP news website에 실린 패트리시아 베가 빌라비센시오의 기사 “죽어가는 강을 위한 기금은 없다” 에 따르면, 엄청난 양의 돈이 강을 정화하는 데에 쓰였음에도 불구하고 성과는 매우 적다. 최근 16년동안, 멕시코 시티의 경계에 위치한 멕시코 주 정부는 폐수처리장에 7억 1천 4백만 달러를 썼지만 주를 가로지르는 125킬로미터의 레르마 강의 27%만을 정화하는 데에 그쳤습니다.
18গত ১৬ বছর মেক্সিকো রাজ্যের স্থানীয় সরকার যা মেক্সিকো সিটির কেন্দ্রীয় জেলার সীমানায় অবস্থিত, তারা নষ্ট হয়ে যাওয়া নদীর পানি পরিশোধনের জন্য ৭১৪ মিলিয়ন ডলার ব্যয় করেছে এবং রাজ্য জুড়ে বয়ে যাওয়া ১২৫ কিলোমিটার গতিপথের মাত্র ২৭ শতাংশ পরিষ্কার করতে পেরেছে।근처에 육제품, 유제품, 양주류, 펄프와 제지 산업, 가죽 가공품, 석유 화학과 화학 제품들을 생산해내는 중요 공장들이 근처에 있는데다가 이들이 이 곳에 쓰레기를 무단 투기하기 때문에, 주민들은 강이 오염된 것을 잘 알고 있다.
19স্থানীয় অধিবাসীরা ভালো করেই জানে যে নদীর পানি দূষিত হয়ে গেছে।기사 속 베가 빌라비센시오의 말:
20কারণ সেই এলাকাতে গুরুত্বপূর্ণ কিছু শিল্পপ্রতিষ্ঠান এবং কারখানা গড়ে উঠেছে ( এ সবের মধ্যে রয়েছে মাংস, দুগ্ধজাত দ্রব্য, পানীয়, মণ্ড, এবং কাগজ, চামড়াজাত সামগ্রী, পেট্রোলিয়ামজাত রাসায়নিক উপাদান এবং রাসায়নিক পদার্থ তৈরির কারখানা) এবং এইসব কারখানার বর্জ্য দ্রব্য নদীতে এসে পড়ে।
21প্রবন্ধের পরবর্তী অংশে ভেগা ভিলাভিসেনসিও বলে চলেছেন:레르마 강에 대한 불친절한 행동은 그칠 기미가 보이지 않습니다.
22দৃশ্যত মনে হচ্ছে লরমা নদীকে দুষিত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তা বন্ধের কোন লক্ষণ দেখা যাচ্ছে না।환경운동가들은 이미 강의 90%가 오염되었으며, 이에 대한 대처 방법이 바뀌지 않는 한 회복은 불가능하다고 전망했습니다.
23পরিবেশবিদরা হিসেব করে দেখেছেন যে এই নদীর ৯০ ভাগই দুষিত হয়েছে এবং তারা ভবিষ্যদ্বাণী করেছে যে, যদি পরিকল্পনা কৌশল না পাল্টানো হয়, তাহলে কোন পরিশোধন অভিযানে পানিকে দূষণ মুক্ত করা সম্ভব না।
24জিম এন্ড কারোল'স মেক্সিকো এ্যাডভেঞ্চার ব্যাখ্যা করছে:짐과 캐롤의 멕시코 여행의 설명:
25অনেক বছর ধরে, উজান থেকে বয়ে আসা লরমা নদীর পানি কৃষিকাজের কারণে নষ্ট হয়েছে।수 년에 걸친 세월 동안, 레르마 강은 농경업으로 인해 상류의 물들을 조금씩 빼앗겼다.
26এছাড়া কারখানা থেকে আসা শিল্প বর্জ্য নদীর স্রোতের মাধ্যমে তার বুকে এসে জমা হচ্ছে, একই সাথে কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক উপাদানও এই নদীতে এসে পড়ছে।또한 이 강은 농약을 비롯해 엄청난 양의 산업폐기물들이 버려지는 장소였다.
27ব্লগ কাজাডোর ডে লা ভেরডাড [স্প্যানিশ ভাষায়] (সত্য শিকারী) দুটি ভিডিও পোস্ট করেছে, যেগুলো নদী দুষণের প্রভাব প্রদর্শন করছে।블로그 Cazador de la Verdad [es] (진실 사냥꾼)은 강 오염의 결과를 보여주는 두 개의 비디오를 올렸다.
28ঘটনার প্রভাব수질 오염의 결과
29লরমা নদী দুষণের ফলে যে ক্ষতি হয়েছে তার মূল্য অনেক, এমনকি তা অপূরণীয়। বেশ কিছু সংবাদে প্রকাশ হয়েছে, যে সমস্ত লোকেরা এই নদীর কাছে বাস করা তারা এই দুষণের ফলে শারীরিক ভাবে আক্রান্ত হয়েছে।레르마 강의 오염으로 인해 근처에 사는 사람들이 피해를 보면서 엄청난, 아니 아예 잴 수 없을 만큼 큰 대가를 치르고 있다.
30২০০৭ সালে ব্লগ টুলুকা গ্রিংগার ব্লগার ক্রিস্টিন টাইলর নামক ভদ্রমহিলা এই নদীর সামনে দাঁড়াবার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানাচ্ছেন:2007년도에 블로거 크리스틴 테일러는 Toluca Gringa 블로그에 직접 강을 마주해 보았던 그녀의 경험을 나누었다 :
31এর আগে যতবার আমি মেক্সিকো সিটি পার হয়ে গেছি, ততবার আমি সেই গন্ধটি পেয়েছি।멕시코 시티로 가기 위해 지나는 길에서, 전 그 냄새를 맡았었습니다.
32এটা মূলত রাতে এই বিশ্রী গন্ধ তীব্র হয়, যখন কারখানাগুলো চোখের পলকে পরিত্যক্ত বর্জ্য নদীতে নিক্ষেপ করে।눈 하나 깜빡하지 않고 공장들이 쓰레기를 물에 버리는 밤에는 특히 악취가 심하죠.
33নেসলের চকলেটের পাউডার এই দুষণের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ অপরাধী।고마워요, 네슬레. 초콜릿 분말도 충분히 나쁘답니다.
34এখন এসব?이제 한번 보세요.
35সম্প্রতি আমি দিনের বেলা সেখানে গিয়েছিলাম।최근에 전 낮에 그 곳을 방문했었습니다.
36দশ মিনিটের মধ্যে আমার কণ্ঠনালীর পেছনে এক বিচিত্র জ্বলন অনুভব করলাম।10분만에 전 목 뒤가 이상하게 뜨거워지는 느낌을 느낄 수 있었어요.
37এটা কোন কৌতুক নয়।농담이 아닙니다.
38কয়েক ঘন্টা পর যখন আমি এলাকাটি ত্যাগ করলাম, তখন আমার চোখ জ্বালা করছিল।그 곳을 떠난 지 몇 시간 후에도 눈이 계속 따가웠어요.
39পানিতে কোন কিছু ছিল না, সেখানকার কোন প্রাণী আর জীবিত নেই, অন্তত কয়েক প্রকার পরিবর্তিত কিছু প্রাণী তারা দুর্গন্ধময় পানির মধ্যে টিকে থাকতে সমর্থ হয়েছে।제가 제 피부에 3도 화상을 입었던 그 날을 떠올리게 해준 그 거품이 일어나는 물에서 살아남을 수 있는 돌연변이 종을 빼고서는 어떤 것도 살아있는 게 없었죠.
40যে পানির স্তর আমাকে স্মরণ করিয়ে দেয়, শেষ বারের যখন আমি সেখানে গিয়েছিলাম তখন তা তৃতীয় মাত্রার পুড়ে যাওয়ার থেকে শরীরের যে রকম জ্বলন হয়, সে রকম জ্বলন সৃষ্টি করেছিল।엘 뻬리오디꼬 [es] (남방일보) 는 레르마 강의 오염으로 인해 “암으로 죽는 사람들의 비율이 눈에 띄게 늘었다” 는 기사를실었다.
41পেরিওডিকা এল সুর [স্প্যানিশ ভাষায়] (সাউথ জার্নাল)-এ প্রকাশিত একটি প্রবন্ধ এটি নিশ্চিত করা হয়েছে যে, লরমা নদীর দূষণের ফলে “ক্যান্সার রোগে মৃত্যুর পরিমাণ উল্লেখ যোগ্য হারে বৃদ্ধি পেয়েছে”।
42মিচোয়াকান থেকে প্রকাশিত অন্য এক সংবাদপত্র, লা জরনাডায় [স্প্যানিশ ভাষায়] লেখক সেলিক মেনডোজা লিখেছে:다른 신문인 미꼬아칸의 라 호르나다 [es] 에서 셀릭 멘도자는:
43এখানকার শিশুদের মধ্যে এক ধরনের ক্যান্সার (লিউকেমিয়া) দেখা যাচ্ছে, যা নদী দুষণের কারণে ঘটছে । আর এই নদী দূষিত হচ্ছে সেখানে অবাধে বর্জ্য ফেলার কারণে।Varios niños que viven en la cuenca, han presentado diversos cánceres como leucemia a consecuencia de la contaminación del afluente.
44গবেষক জেফ কোনান্ট-এক প্রবন্ধ লিখেছেন যা আর্থ আইল্যান্ড জার্নাল-এ [স্প্যানিশ ভাষায়] প্রকাশিত হয়েছে।강에 폐기물들을 버린 공장들로 인해 생긴 오염으로 인해 아이들이 암(백혈병)에 걸린 사례들이 있다.
45সেখানে তিনি এক বেদনাদায়ক ঘটনার কথা উল্লেখ করেছেন:어스 아일랜드 저널 [es]에 실린 연구원 제프 코난트의 기사에서 그는 비극적인 이야기에 대해 말한다:
46জানুয়ারী ২০০৮-এ মিগুয়েল এনজেল লোপেজ রোচা নামের আট বছরের এক বালক সান্তিয়াগো নদীর কাছে এল সালটো নামের এক ঝর্ণায় পড়ে যায়।2008년 1월, 8살 난 남자아이 미구엘 엔젤 로페즈는 엘 살토 폭포 근처에서 산티아고 강에 빠졌다.
47পরে দ্রুত বালকটিকে উদ্ধার করা হয়। দুইদিন পরে সে অসুস্থ হয়ে পড়ে।아이는 바로 구출되었지만 이틀만에 아이는 병에 걸리고 말았다.
48উনিশ দিন পড়ে সে মারা যায়।19일 뒤, 아이는 죽었다.
49মেডিকেল রিপোর্ট জানা যায় সেপ্টিসিমার কারণে তার মৃত্যু হয়েছে। সাধারণ রক্ত যদি দূষিত হয়, তবে তাকে সেপ্টিসিমা বলা হয়।한 진료 기록에 따르면 아이의 사인은 패혈증(부패로 인한 혈액 감염을 일반적으로 이르는 말)이었다.
50অন্য এক শবব্যবচ্ছেদ পরীক্ষা নির্দেশ করে যে তার শরীরে ভারী ধাতব বিষ ঢুকে গিয়েছিল।
51মিগুয়েল এনজেলের দেহে স্বাভাবিকের চেয়ে দশগুণ বেশী মাত্রায় ভয়াবহ আর্সেনিক পাওয়া গিয়েছিল।다른 해부 기록은 중금속 중독이라고 말했다; 미구엘 엔젤의 피 안의 비소 농도가 치사량의 10배였던 것이다.
52এই বালকটির মৃত্য এক অপ্রত্যাশিত আঘাতের সৃষ্টি করে এবং তা মেক্সিকোর অন্যতম এক পরিবেশ বিপর্যয়ের দিকে মনোযোগ আকর্ষণ করে।소년의 죽음은 사회에 큰 충격을 주었고 멕시코의 가장 심각한 환경 재앙들 중 하나에 대한 관심을 불러일으켰다.
53কিন্তু কেবলমাত্র মানুষেরাই এই দুষনের কারণে আক্রান্ত হচ্ছে না। লা জরনাডা অন্য এক প্রবন্ধে এই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে:하지만 라 호르나다 가 다른 기사에서 보도하듯, 인간만 이에 영향을 받는 것은 아니다:
54Miles de peces murieron en el río Lerma, a la altura de la comunidad Cuatro Milpas, debido a la severa contaminación que padece el afluente, señalaron grupos ambientalistas, mientras que autoridades municipales, estatales y federales sostuvieron que el fenómeno se debió a “un fenómeno natural, a consecuencia de la falta de oxigenación”.
55লরমা নদীর হাজার হাজার মাছ মারা গেছে। কুয়োট্রো মিলপাস সম্প্রদায় ভয়াবহ দুষণের কারণে প্রচণ্ড ভুগছে, যেমনটা পরিবেশবাদী দল বলছে।환경단체들에 의하면, 쿠아트로 밀빠스 근처의 레르마 강 유역에서 오염 물질들의 유입으로 인해 몇 천마리의 물고기들이 죽었다.
56পৌরসভা এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে একটি স্বাভাবিক কর্যক্রমের অভাবে এটি ঘটেছে, আসলে অক্সিজেনের অভাবে এই ঘটনা ঘটেছে।시 정부와 중앙 정부 관료들은 이 현상이 산소 부족으로 인한 자연적인 현상이라고 결론내렸다.
57সবশেষে এই ইউটিউব ভিডিওটি পোষ্ট করেছে [স্প্যানিশ ভাষায়] ব্যবহারকারী নাটিটাচুলিটা।natitachulita라는 유저가 올린 이 유투브 비디오는 현재 레르마 강의 상황을 여지없이 보여준다.
58ভিডিওটি লরমা নদীর বর্তমান পরিস্থিতি তুলে ধরছে। এই ভিডিওর নাম, “আগুয়া পারা ইয়োরা [স্প্যানিশ ভাষায়]” যার মানে “কান্নার জন্য জল”이 동영상은 “Agua para Llorar”[es], 즉 ‘눈물을 위한 물' 이라고 이름붙여졌다.