# | ben | kor |
---|
1 | গাজায় সামরিক অভিযানের বিরুদ্ধে ইজরায়েলীদের বিক্ষোভ | 가자 군사작전에 반대하는 이스라엘 시위 |
2 | গতকাল তেল আবিবের হাবিমা স্কোয়ারে একটি ফেসবুক গোষ্ঠী শত শত ইজরায়েলীকে একসঙ্গে সংগঠিত করেছিল। | 어제, 한 페이스북 그룹이 수백 명의 이스라엘 시민들을 텔 아비브의 하비마 광장에 집결시켰다. |
3 | গোষ্ঠীটি জনগণকে আহবান জানায় “নির্বাচনের যুদ্ধ প্রত্যাখ্যান কর! | 이들은 “선거를 위한 전쟁을 거부하라! |
4 | রাজনৈতিক চাতূরীর নামে মরতে বা মারতে চাই না।” | 정치적 의견이라는 명목 하에 죽고 죽이는 것에 대해 거부하라!” |
5 | ১৪ই নভেম্বর তারিখে ইজরায়েলী ড্রোনগুলো গাজা ভূ-খণ্ডে হামাস সামরিক নেতা আহমেদ আল-জাবারীকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যা করার পর থেকে হামাস এবং ইজরায়েলের মধ্যে সর্বশেষ গোলাগুলি বিনিময় শুরু হয়। | 고 요청했다. 하마스와 이스라엘 간 최근 공격은 11월 14일 이스라엘 무인정찰기가 하마스 군대의 지도자인 자바리(Al-Jabari)를 가자지구에서 타겟으로 정하고 사람들을 살해하면서 발생했다. |
6 | নিচের ১০-সেকেন্ডের ভিডিওটি যুদ্ধবিরোধী বিক্ষোভের অংশবিশেষ দেখাচ্ছে: | 다음의 10초 분량의 비디오는 반전 시위의 일부를 보여주고 있다: |
7 | রনি মোর বিক্ষোভটির একটি ছবি টুইটারে পোস্ট করেছেন: | 모어(Roni More)는 시위사진을 트위터에 올렸다:: |
8 | তেল আবিবে একটি যুদ্ধবিরোধী বিক্ষোভের সময় বহণ করা একটি প্ল্যাকার্ডে লেখা রয়েছে: আমি ঘৃণা করবো না। | 나는 증오하지 않겠다는 피켓이 텔 아비브 반전 시위에 등장했다. |
9 | টুইটারে ছবিটি ভাগাভাগি করেছেন @রনিমোর১ | 트위터에서 로니(@RoniMore1 )에의해 공유된 사진 |
10 | এখানে আরো ছবি পাওয়া যাবে। | 더 많은 사진을 보길 원한다면, 여기를 클릭하십시오. |
11 | অনেকেই এই অভিযানের পিছনের রাজনীতির সমালোচনা করছেন। | 많은 이들은 정치적 이해관계가 이 작전의 배후에 있다고 비판했다. |
12 | জনপ্রিয়ভাবে ভাগাভাগি করা একটি ফেসবুক পোস্টে লিওর বাকালু লিখেছেন: | 가장 많이 공유되고 있는 페이스북 포스트에, 바카루(Lior Bakalu)는 다음과 같이 적었다: |
13 | চার বছর অথচ তারা কিছুই করেনি, এবং হঠাৎই তাদের মনে পড়েছে। | 4년간 그들은 아무것도 하지 않았다. |
14 | আমার হৃদয় দক্ষিণের এবং গাজা্র নাগরিকদের দুর্দশা-দুর্বিপাকের সঙ্গে, যাকে ইজরায়েলী সরকার তাদের নির্বাচনের প্রচারাভিযানে পরিণত করেছে। | 그리고 갑자기 그들은 기억해냈다. 내 마음은 남쪽의 시민들과 함께 있다. |
15 | তিনি গত ১৫ বছরে বিভিন্ন সামরিক অভিযান এবং নির্বাচনের সঙ্গে সঙ্গতি রেখে এগুলোর সময় প্রদর্শন করা একটি চিত্র যোগ করেছেন। | 그리고 이스라엘 정부의 선거 캠페인을 위해 고통 속으로 내 몰린 가자시민들과 나의 마음은 함께 있다. |
16 | নিচে সেটা অনুদিত হয়েছে: অপারেশন নাম | 그는 지난 15년동안 수행된 군사작전을 보여주는 이미지를 첨부했다. |
17 | অভিযানের তারিখ | 대부분의 군사작전 시기는 선거기간과 관계가 있었다. |
18 | নির্বাচনের তারিখ | 번역은 아래에서 볼 수 있음: |
19 | আল'আ ইউনিস যুদ্ধের পিছনের রাজনীতির সমালোচনা করেছেন: | 유니스(Alaa Younis)는 전쟁 배후에 있는 정치에 대해 비판했다: |
20 | হামাস ইসলামের নামে যা করছে, বিবি (নেতানিয়াহু) নির্বাচনের কারণ তা করছে। | 이슬람의 이름으로 행하는 하마스의 행동은 비비가 선거의 이름으로 행하는 것과 매한가지다. |
21 | দুটোই মিথ্যাবাদী। | 둘 모두 거짓말쟁이들이다. |
22 | তাদের কেউই বেসামরিক জনগণের তোয়াক্কা করে না। | 둘 모두 그들의 시민들은 고려하지 않는다. |
23 | এবং তাদের কেউই আমার প্রতিনিধিত্ব করে না। | 둘 모두 나의 의견을 대표하지 않는다. |
24 | একজন দন্ত্যচিকিৎসক হিসেবে আমি আপনাকে বলি: দুটোকেই উপড়ানো দরকার। | 치과의사로써, 나는 당신들에게 말한다: 당신들 모두 정치에서 축출되어야 한다. |
25 | আজ জোসেফ ডানা কঠিনভাবে মিসাইল আক্রান্ত শহর এশকেলন থেকে রিপোর্ট করেছেন। | 다나(Joseph Dana)씨는 미사일 포격을 심하게 당한 애쉬켈론시에 대해 오늘 보도했다. |
26 | তিনি একটি স্থল অভিযানের সম্ভাবনা সম্পর্কে একটি প্রতিক্রিয়া টুইট করেছেন:: | 그는 지상군 가능성에 대한 반응에 대해 트윗했다: |
27 | @ইবনেজরা: বিমান আওক্রমণের সাইরেনের সময় এশকেলনের যে জনগণের সঙ্গে আমি কথা বলেছি তারা কোন স্থল আক্রমণ চায় না কারণ এটা ইজরায়েলের বৈধতার ক্ষতি করবে | @ibnezra:공습경보 중 내가 얘기를 나눴던 애쉬켈론시(Ashkelon) 사람들은 지상전이 이스라엘의 적법성에 해를 끼칠 수 있기 때문에 이를 원치 않는다. |
28 | ইজরায়েলীদের মধ্যে কিছু কিছু বিরোধিতা থাকলেও এসব মতামত এবং বিক্ষোভ খুব কমই মূলধারার মিডিয়ায় উঠে আসে। | 이스라엘 사람들 가운데 몇몇 반대가 있으나, 이러한 의견과 시위는 주요 미디어에서 거의 다루어지지 않고 있다. |
29 | এলিজাবেথ ৎসু্রকভ নিচের টুইটটি পোস্ট করেছেন: | 츄얼코브(Elizabeth Tsurkov)는 다음과 같이 트윗했다: |
30 | @এলইজরায়েল: ইজরায়েলী পত্রিকাগুলো ফিলিস্তিনী হতাহত সম্পর্কে রিপোর্ট এড়িয়ে যায় এবং কিছু কিছু ইজরায়েলী অভিযানের বিরুদ্ধে সেই সত্যতা সম্পর্কে রিপোর্ট করে না। | @Elizrael: 이스라엘 신문들은 팔레스타인 사상자에 대해 보도하는 것을 꺼리고 있다. 그리고 이 작전에 반대하는 몇몇 이스라엘 사람들이 있다는 사실도 보도하지 않는다. |
31 | তিনি আরো বলেছেন: | 그녀는 계속해서 덧붙였다: |
32 | @এলইজরায়েল: আপনারা যদি শুধু ইজরায়েলীদের কস্টের এবং সন্ত্রাসীদের সফল হত্যা অভিযানের খবর পেয়ে থাকেন, তাহলে আপনারা কেন এই অভিযানের বিরোধিতা করেন? | @Elizrael: 만일 여러분이 이스라엘인의 고통에 대한 뉴스만 듣는다면 그리고 성공적으로 테러리스트를 저격했다는 소식만 듣는다면, 왜 이 작전에 대해 반대하겠는가? |