Sentence alignment for gv-ben-20150108-46722.xml (html) - gv-ori-20150207-299.xml (html)

#benori
1কিরগিজস্তান নারী নির্যাতন এবং বৈষম্যের বিষয়গুলোকে তুলে ধরাକିରିଗିଜସ୍ଥାନର ଲିଙ୍ଗଗତ ହିଂସା ଓ ଅସମତା ଅସୁବିଧା କଥା ଜଣାଇବା
2লোকেরা বলে নির্যাতন ঘরের বাইরে, অন্ধকার রাস্তায় সংঘঠিত হয়, কিন্তু আসলে নির্যাতন সেই সকল স্থানে সংঘঠিত হয় যেখানে আমরা আত্মবিশ্বাসী এবং নিজেকে সুখী অনুভব করি, যে সমস্ত ব্যক্তিকে আমরা জানি।ଲୋକେ କହନ୍ତି ଯେ ହିଂସା କେବଳ ବାହାରେ, ଅନ୍ଧାର ଗଳିରେ ଘଟେ । କିନ୍ତୁ ଅନେକାଂଶରେ ହିଂସା ଆମେ ନିଶ୍ଚିତ ଓ ଆନନ୍ଦିତ ହେବା ଭଲି ଜାଗାରେ, ଆମେ ଜାଣିଥିବା ଲୋକଙ୍କ ସଙ୍ଗେ ଘଟେ ।
3বেশীর ভাগ নির্যাতনের ঘটনা আমাদের নিজেদের চার দেওয়ালের মাঝে ঘটে, এবং প্রতি বছর এ ধরনের ঘটনা আরো বেশী বেশী ঘটছে।ଅଧିକାଂଶ ହିଂସ୍ର ଘଟଣା ଆମ କାନ୍ଥ ଭିତରେ ଘଟେ, ଆଉ ବର୍ଷକୁ ବର୍ଷ ଏହା ବଢ଼ିଚାଲିଛି ।
4কিরগিজস্তানের নারী একটিভিস্ট (গার্লস একটিভিস্ট অফ কিরগিজস্তান)নামক সংগঠন ২০১৪ সালে নির্যাতনের এই বিষয়টিকে গ্রহণ করেছে এবং সমাজের প্রকৃত পরিস্থিতি তুলে ধরার জন্য নতুন উপায় নিয়ে হাজির হয়েছে।ଗାର୍ଲ ଆକ୍ଟିଭିଷ୍ଟସ ଅଫ କିରିଗିଜସ୍ଥାନ ୨୦୧୪ର ହିଂସାର ଅସୁବିଧାକୁ ନେଇ ସମାଜର ବାସ୍ତବ ଅବସ୍ଥା ଦେଖାଇବା ପାଇଁ ନୂଆ ନୂଆ ବାଟ ଆରମ୍ଭ କଲେ ।
5তরুণ একটিভিস্ট শিবিরଯୁବ କର୍ମୀ କ୍ୟାମ୍ପ
6নভেম্বরের শেষে আমরা একটি তরুণ একটিভিস্ট শিবিরের আয়োজন করি, যেখানে আমরা লিঙ্গীয় সমতা, প্রজননকালীন স্বাস্থ্য,সমাজের বিভিন্ন দলের মাঝে সংহতি এবং মানবাধিকারের প্রতি মনোযোগ প্রদান করি, যাতে এ সব বিষয়ে অংশগ্রহণ এবং সমাজকে প্রভাবিত করার ক্ষেত্রে তরুণদের প্রস্তুত করা হয়।ନଭେମ୍ବର ଶେଷ ଆଡ଼କୁ ଲିଙ୍ଗଗତ ସମତା, ଯୌନ ସ୍ୱାସ୍ଥ୍ୟ, ସମାଜର ବିଭିନ୍ନ ବର୍ଗ ମଧ୍ୟରେ ସଂହତି ଏବଂ ମାନବିକ ଅଧିକାର ପାଇଁ ଯୁବାମାନଙ୍କୁ ଭାଗ ନେବା, ଓ ସମାଜକୁ ପ୍ରଭାବିତ କରିବା ଲାଗି ତିଆରି କରିବା ଲକ୍ଷ୍ୟରେ ଆମେ ଏକ ଯୁବ କର୍ମୀ କ୍ୟାମ୍ପ ଆୟୋଜନ କରିଥିଲୁ ।
7কিরগিজস্তানের নারী একটিভিস্টদের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয় এবং ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০১৪-এটি বিশকেকে অনুষ্ঠিত হয়। কিরগিজস্তানের দুটি অঞ্চল (কিরগিজস্তানে সাতটি অঞ্চল রয়েছে) থেকে ১৩ জন এই শিবিরে অংশগ্রহণ করে।ଏହି କ୍ୟାମ୍ପ ଗାର୍ଲସ ଆକ୍ଟିଭିଷ୍ଟସ ଅଫ କିରିଗିଜସ୍ଥାନ ଦେଇ ଆୟୋଜିତ ହୋଇଥିଲା ଏବଂ ୨୦୧୪ ନଭେମ୍ବର ୨୮ରୁ ଡିସେମ୍ବର ୧ ଯାଏ ବିସକେକଠାରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା ।
8ডিসেম্বরের প্রথম দিনে আমরা “বিশ্ব এইডস দিবস” উপলক্ষে একটি কর্মসূচির আয়োজন করি, যা নাগরিকদের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয় এবং যেটি সম্বন্ধে তাদের জানা প্রয়োজন।ଏହ କ୍ୟାମ୍ପରେ କିରିଗିଜସ୍ଥାନରୁ ଦୁଇଟି ଅଞ୍ଚଳରୁ ତେରଜଣ (କିରିଗିଜସ୍ଥାନରେ ମୋଟ ସାତଟି ଅଞ୍ଚଳ) ଅଂଶଗ୍ରହଣ କରିଥିଲେ ।
9এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে এইচআইভি/ এইডস লিঙ্গীয় বৈষম্যের এক কারণ হয়ে দাঁড়িয়েছে, আর নাগরিকদের এইচআইভি আক্রান্তদের প্রতি সহনশীল হতে হবে।ଡିସେମ୍ବର ୧ ତାରିଖରେ ସପ୍ତାହରେ ଆମେ “ବିଶ୍ୱ ଏଡ଼ସ ଦିବସ” ଆୟୋଜନ କରିଥିଲୁ ।
10এই শিবির চলাকালীন সময়ে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে নারীর জন্য পুরুষ (হিফরশি) আন্দোলনকে তুলে ধরার সিদ্ধান্ত গ্রহণ করলাম এবং নারী নির্যাতন এবং বৈষম্যের বিষয় ভিত্তিক কাজের এক প্রদর্শনীর আয়োজন করি এই বিষয়টি তুলে ধরার জন্য যে নির্যাতন ঘটছে এবং এই বিষয়ের এটিকে এখনই থামানো দরকার, আগামীতে নয়।କାରଣ ଏ ସଭିଙ୍କ ଗୋଚର ହେବା ଭଳି ଅସୁବିଧାଟିଏ । ଏହା ଅତି ଜରୁରୀ କାରଣ ଏଚଆଇଭି/ଏଡ଼ସ ଲିଙ୍ଗଗତ ଭେଦଭାବର ଏକ ବଡ଼ କାରଣ, ଆଉ ଲୋକେ ଏଚଆଇଭି-ପଜିଟିଭ ପୀଡ଼ିତ ଲୋକଙ୍କୁ ଆପଣେଇବା ଶିଖିବା ଉଚିତ ।
11এর আগে, আমরা নিজেকে বাঁচানো এবং নিরাপদে থাকার বিষয় তুলে ধরি, কারণ সকল ধরনের কার্যক্রমে এটা একটা গুরুত্বপূর্ণ এবং যেহেতু আমাদের কার্যক্রম ডিজিটাল প্লাটফর্মে পাওয়া যাবে যেখানে কিরগিজস্তানের নারীদের কাহিনী তুলে ধরা হচ্ছে, সে কারণে এটা সত্যিকার অর্থে আমাদের জন্য প্রয়োজনীয়।କ୍ୟାମ୍ପ କଲାବେଳେ ଆମେ HeForShe ଆନ୍ଦୋଳନ ଲିଙ୍ଗଗତ ହିଂସା ଓ ଅସମତାକୁ ଭିତ୍ତି କରି ଘଟୁଥିବା ହିଂସା ଯେ ଘଟୁଛି ଆଉ ତାକୁ ପରେ ନୁହେଁ ଏବେ ହିଁ ରୋକିବା ବାବଦରେ ଜଣାଇବା ପାଇଁ ପ୍ରଚାର କରିବାକୁ ସିଦ୍ଧାନ୍ତ ନେଇଥିଲୁ ।
12ସମସ୍ତ ଆନ୍ଦୋଳନାତ୍ମକ କାମରେ ଏ ଏକ ବଡ଼ ଅସୁବିଧା ହୋଇଥିବାରୁ ଆଗରୁ ଆମେ ନିରାପତ୍ତା ଓ ସୁରକ୍ଷା ବାବଦରେ ଅସୁବିଧା କଥା ଉଠାଇ ଥିଲୁ ।
13ଆମ ସକ୍ରିୟତା କାମଟି ଏକ ଡିଜିଟାଲ ଭିତ୍ତିଭୂମିରେ ରହି କିରିଗିଜସ୍ଥାନର ଝିଅମାନଙ୍କ କାହାଣୀ ପ୍ରଚାର କରୁଥିବାରୁ ଏହି ଅସୁବିଧା ଆମ ପାଇଁ ଖୁବ ଗୁରୁତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ ।
14নভেম্বরের শুরুতে, এক তথ্য বিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ আমাদের সামনে এক কর্মশালা উপস্থাপন করেন, যেখানে আমরা কিছু পরামর্শ লাভ করেছি, যা আমরা আগামী সংখ্যায় তুলে ধরব।ନଭେମ୍ବର ଆରମ୍ଭରେ ଜଣେ ତଥ୍ୟ ନିରାପତ୍ତା ବିଶେଷଜ୍ଞ ଏକ କର୍ମଶାଳା ଆୟୋଜନ କରିଥିଲେ । ସେଥିରେ ପାଇଥିବା କିଛି ଉପଦେଶ ଆମେ ଆଗାମୀ ସଂଖ୍ୟାରେ ଜଣାଇବୁ ।
15ছবিগুলো তুলেছে দারিয়া কাসমামইয়াতোভা।ଫଟୋଟି ଡାରିଆ କାସମାମିଟୋଭାଙ୍କ ଦେଇ ଉତ୍ତୋଳିତ