# | ben | ori |
---|
1 | গ্লোবাল ভয়েসেস, পরিচালনা পরিষদে হুয়ানিতা লিওনকে স্বাগত জানাচ্ছে | ଗ୍ଲୋବାଲ ଭଏସେସ ନିର୍ଦେଶକ ମଣ୍ଡଳୀକୁ ଜୁଏନିତା ଲିଅନ୍ଙ୍କୁ ସ୍ବାଗତ |
2 | হুয়ানিতা লিওন, গ্লোবাল ভয়েসেস-এর পরিচালনা পরিষদের সবচেয়ে নতুন সদস্য। | ଗ୍ଲୋବାଲ ଭଏସେସ୍ ବୋର୍ଡର ନୂଆ ସଦସ୍ୟ ଜୁଏନିତା ଲିଅନ୍ |
3 | আমরা আনন্দের সঙ্গে আমাদের নতুন পরিচালনা পরিষদ সদস্য হুয়ানিতা লিওনকে গ্লোবাল ভয়েসেস পরিবারে সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, | ଆମର ନୂଆ ବୋର୍ଡ ସଦସ୍ୟ ଜୁଏନିତା ଲିଅନ୍ଙ୍କୁ ଗ୍ଲୋବାଲ ଭଏସେସ୍ ପରିବାର ସହ ପରିଚିତ କରାଇ ଆମେ ଆନନ୍ଦିତ । |
4 | হুয়ানিতা ল্যাসিলাভাসিয়া. কমের প্রতিষ্ঠাতা, যা কলম্বিয়ার ক্ষমতা বিষয়ক একটি সংবাদ সাইট। | ଜୁଏନିତା ହେଉଛନ୍ତି କଲମ୍ବିଆରେ ଲା ସିଲା ଭାସିଆ ଡଟ୍ କମ୍ ନାମକ ଏକ ରାଜନୈତିକ ସମ୍ବାଦଧର୍ମୀ ୱେବ୍ସାଇଟ୍ର ପ୍ରତିଷ୍ଠାତା । |
5 | হুয়ানিতা একজন আইনজীবী এবং তিনি কলম্বিয়ার সংবাদিকতা বিষয়ক বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। | ସେ ଜଣେ ଆଇନଜୀବୀ ଏବଂ କଲମ୍ବିଆ ଜର୍ଣାଲିଜମ୍ ସ୍କୁଲରୁ ସାମ୍ବାଦିକତାରେ ମାଷ୍ଟର ଅଫ୍ ସାଇନ୍ସ ଡିଗ୍ରୀ ହାସଲ କରିଛନ୍ତି । |
6 | তিনি ২০০৬ সালে হাভার্ডের নেইম্যান বৃত্তি লাভ করেন। | ୨୦୦୬ରେ ସେ ହାଭାର୍ଡ ନିଏମାନ୍ ଫେଲୋ ହେବାର ଗୌରବ ଅର୍ଜନ କରିଥିଲେ । |
7 | তিনি নিউইয়র্কের ফ্লিপমিডিয়া. কমের প্রতিষ্ঠাকালীন সম্পাদিকা এবং সেমানা. | ସେ ନ୍ୟୁୟର୍କରେ ଫ୍ଲାଇପ୍ ମିଡିଆ ଡଟ୍ କମ୍ ର ପ୍ରାରମ୍ଭିକ ସମ୍ପାଦିକା ଥିଲେ ଏବଂ ସିମାନା ଡଟ୍ କମ୍ର ମୁଖ୍ୟ ସମ୍ପାଦକ ଭାବେ କାର୍ଯ୍ୟ କରିଥିଲେ । |
8 | কমের -এর প্রধান সম্পাদিকা। তিনি অন্য অনেক বইয়ের সাথে কলম্বিয়ার যুদ্ধ নিয়ে লেখা কান্ট্রি অফ বুলেট-এর লেখিকা। | ତାଙ୍କ ଲିଖିତ ବିଭିନ୍ନ ପୁସ୍ତକ ମଧ୍ୟରେ ରହିଛି କଲମ୍ବିଆରେ ଯୁଦ୍ଧ ସମ୍ପର୍କିତ ବହି କଣ୍ଟ୍ରି ଅଫ୍ ବୁଲେଟ୍ସ । |
9 | তিনি নিউ ইয়র্ক বিশ্ব বিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে গেরিলা যুদ্ধের সংবাদ সংগ্রহের উপর পড়ালেখা করেছেন আর এখন তিনি কলম্বিয়ায় বাস করছেন। | ନ୍ୟୁୟର୍କ ୟୁନିଭର୍ସିଟି ଜର୍ଣାଲିଜମ୍ ସ୍କୁଲରେ ସେ ଗରିଲା ଯୁଦ୍ଧ ସମ୍ବାଦ ସମ୍ପର୍କରେ ପଢ଼ାଉଥିଲେ ଏବଂ ଏବେ କଲମ୍ବିଆରେ ଅବସ୍ଥାନ କରୁଛନ୍ତି । |
10 | হুয়ানিতা বলেন, “গ্লোবাল ভয়েসেস এই চিন্তাকে অন্য এক পর্যায়ে নিয়ে গেছে যে সাংবাদিকতা ক্রমশ এগিয়ে যেতে থাকা ঠিক সে রকমটা নয়-অথবা অন্তত কেবলমাত্র-তথ্যের বিষয় নয়, তারচেয়ে এটা অনেকটাই আলাপচারিতা বিষয়”। | ଜୁଏନିତା କହନ୍ତି, “ସାମ୍ବାଦିକତା କେବଳ ସୂଚନାର ପରିଭାଷା ନୁହେଁ, ବରଂ ଏହା ଭାବ ବିନିମୟର ମାଧ୍ୟମ - ଏଭଳି ଏକ ଚିନ୍ତାଧାରାକୁ ଗ୍ଲୋବାଲ ଭଏସେସ ବେଶ୍ ଉର୍ଧ୍ବକୁ ନେଇପାରିଛି । |
11 | এটা হচ্ছে একটা প্লাটফর্ম যেখানে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে কৌতূহল জনক কণ্ঠস্বর সংরক্ষণ এবং একত্রিত করা হয় এমন এক ফলাফলের সাথে যা সামগ্রিক ভাবে আংশিক অংশের চেয়ে অনেক উত্তম। | ଏହା ଏପରି ଏକ ସୁଯୋଗ ଆଣିଛି ଯେଉଁଠି ଯେଉଁଠି ବିଶ୍ବର ଚାଲାକ ଏବଂ ଚମକପ୍ରଦ ସ୍ବରସବୁ ଆତ୍ମପ୍ରକାଶ କରିପାରୁଛନ୍ତି ଏବଂ ମିଳିତ ଭାବରେ ଏସବୁର ଫଳାଫଳ ଆଂଶିକ ମତ ଠାରୁ ବହୁଗୁଣରେ ଭଲ ହୋଇପାରୁଛି । |
12 | গ্লোবাল ভয়েসেস হচ্ছে ভবিষ্যৎ সাংবাদিকতার একটা ল্যাব, যেখানে “ইন্টারনেট গুরুর” তত্ত্বটি বাস্তব জগতে প্রমাণ করা হয়। | ଆଗାମୀକାଲିର ସାମ୍ବାଦିକତାର ପରୀକ୍ଷାଗାର ହେଉଛି ଗ୍ଲୋବାଲ ଭଏସେସ୍, ଯେଉଁଠି ଇଣ୍ଟରନେଟ୍ ଗୁରୁର ତତ୍ବ ସତ ହେଉଛି । |
13 | ডিজিটাল সাংবাদিকতা এবং ডিজিটাল উদ্যোক্তা গ্লোবাল ভয়েসেস আমার কাছে একটি উদাহরণ এবং আমি এর এক অংশীদার হতে পেরে খুবই গর্বিত। | ଜଣେ ଡିଜିଟାଲ ସାମ୍ବାଦିକ ଏବଂ ଡିଜିଟାଲ ଉଦ୍ୟୋଗୀ ଭାବେ ମୋ ପାଇଁ ଗ୍ଲୋବାଲ ଭଏସେସ ଏକ ଉଦାହରଣ ଏବଂ ଏଥିରେ ସାମିଲ ହୋଇ ମୁଁ ବେଶ୍ ଆନନ୍ଦିତ ।” |
14 | হুয়ানিতা, আমাদের মূল এক পরিচালনা পরিষদের সদস্য রোজেনটাল আলভেস-এর স্থলাভিষিক্ত হলেন, আট বছর ধরে পরিষদে থাকার পর তিনি পুনরায় এর সদস্য হওয়া থেকে বিরত হলেন। | ଆମର ଅନ୍ୟତମ ପ୍ରାଥମିକ ବୋର୍ଡ ସଦସ୍ୟ ରୋସେନ୍ତାଲ ଆଲ୍ଭେସ୍ଙ୍କ ସ୍ଥାନରେ ଜୁଏନିତାଙ୍କୁ ନିଆଯାଇଛି । ୮ ବର୍ଷର ସେବା ପରେ ରୋସେନ୍ତାଲ କାର୍ଯ୍ୟରୁ ଅବ୍ୟାହତି ନେଇଛନ୍ତି । |
15 | আমরা তার উষ্ণ এবং জ্ঞান গর্ভ চিন্তার অভাব অনুভব করতে থাকব। | ତାଙ୍କର ଉଦ୍ଧାମତା ଏବଂ ପ୍ରଜ୍ଞାକୁ ଆମେ ଅବଶ୍ୟ ମନେ ପକାଇବୁ । |
16 | গ্লোবাল ভয়েসেস-এর পরিচালনা পরিষদের নয়জন সদস্য বছরে চারবার একত্রিত হন এবং প্রায় এর শুরু থেকে তারা সক্রিয়, এর সাথে যুক্ত এবং জিভি সম্প্রদায়ের এক গুরুত্বপূর্ণ অংশ। | ଗ୍ଲୋବାଲ ଭଏସେସର ୯ ଜଣିଆ ବୋର୍ଡ ବର୍ଷକୁ ୪ ଥର ଏକାଠି ହୁଅନ୍ତି ଏବଂ ଅନୁଷ୍ଠାନ ପ୍ରତିଷ୍ଠା ଦିନଠାରୁ ସେମାନେ ଜିଭି କମ୍ୟୁନିଟିର ସକ୍ରିୟ, ନିରନ୍ତର ଏବଂ ପ୍ରମୁଖ ଅଂଶ ଭାବରେ କାର୍ଯ୍ୟ କରି ଆସୁଛନ୍ତି । |
17 | আমাদের বোর্ড প্রতিষ্ঠাতা দুজন সদস্য, স্বেচ্ছাসেবক সম্প্রদায়ের তিনজন প্রতিনিধি এবং বাইরের চারজন সদস্য নিয়ে গঠিত। | ଆମର ବୋର୍ଡରେ ଦୁଇଜଣ ପ୍ରତିଷ୍ଠାତା ସଦସ୍ୟ, ଚାରି ଜଣ କମ୍ୟୁନିଟି ପ୍ରତିନିଧି ଏବଂ ଚାରି ଜଣ ବାହ୍ୟ ସଦସ୍ୟ ଅଛନ୍ତି । |