# | ben | ori |
---|
1 | ওডিয়া ভালবাসে উইকিপিডিয়া | ଉଇକିପିଡ଼ିଆକୁ ଭଲପାଏ ଓଡ଼ିଆ |
2 | ওডিয়া ভাষায় লিখা “ওডিয়া ভাষা”। | ଓଡ଼ିଆରେ ଲେଖାଥିବା “ଓଡ଼ିଆ ଭାଷା” । |
3 | ছবিঃ পাবলিক ডোমেইন। | ଛବିଟି ପବ୍ଲିକ ଡୋମେନରେ ରହିଛି । |
4 | ওডিয়া হচ্ছে ওডিশা (আগে যার নাম ছিল উড়িষ্যা) নামক অঞ্চলের ২,৫০০ বছর পুরান একটি আঞ্চলিক ভাষা। | ଓଡ଼ିଆ ଭାରତୀୟ ରାଜ୍ୟ ଓଡ଼ିଶା କଥିତ ୨,୫୦୦ ବର୍ଷର ଏକ ପୁରୁଣା ଭାଷା । |
5 | সম্প্রতি ভাষাটি প্রাচীন ভারতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। | ନିକଟ ଅତୀତରେ ଓଡ଼ିଆ ଭାଷାକୁ ଶାସ୍ତ୍ରୀୟ ମାନ୍ୟତା ମିଳିଥିଲା । |
6 | ওডিয়া উইকিমিডিয়া সম্প্রদায় সম্প্রতি ভুবনেশ্বরে ভাষাটির নতুন স্বীকৃতি প্রাপ্তি উদযাপন করতে একত্রিত হয়েছে। | ନିକଟରେ ଓଡ଼ିଆ ଉଇକିପିଡ଼ିଆ ସମାଜ ଓଡ଼ିଶା ଦିବସ ପାଳନ ଓ ଶାସ୍ତ୍ରୀୟ ମାନ୍ୟତା ପ୍ରାପ୍ତି ର ଅବସର ରେ ଉତ୍ସବ ପାଳନ ପାଇଁ ଏକାଠି ହେଇଥିଲେ । |
7 | নিচের লেখাটি উইকিমিডিয়া ফাউন্ডেশন ব্লগে সুভাশিষ পানিগ্রাহীর লেখা একটি নতুন প্রবন্ধের ভিন্নভাবে ছাপানো একটি অংশ বিশেষ। | ସୁଭାସିସ ପାଣିଗ୍ରାହୀଙ୍କ ଲିଖିତ ଉଇକିମିଡିଆ ଫାଉଣ୍ଡେସନ ବ୍ଲଗର ଏକ ବ୍ଲଗରୁ କିଛି ଅଂଶ ଉଦ୍ଧାର କରାଯାଇ ଦିଆଯାଇଛି, ଯାହାକି ଓଡ଼ିଆ ଉଇକି ସମାଜ ଉପରେ ସମ୍ୟକ ସୂଚନା ଦିଏ । |
8 | ছাপানো অংশটিতে ওডিয়া উইকি সম্প্রদায় সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত শেয়ার করা হয়েছেঃ | |
9 | ওডিয়া উইকিসোর্সে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এবং ডিজিটাল করণ প্রকল্পের অধীনে কপিরাইট করা ১৪ টি বইকে পুনরায় লাইসেন্স প্রদান করা হয়েছে। | ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଓଡ଼ିଆ ଉଇକିପାଠାଗାର ଡିଜିଟାଇଜେସନ ପ୍ରକଳ୍ପର ଶୁଭାରମ୍ଭ କରି କ୍ରିଏଟିଭ କମନ ଲାଇସେନ୍ସ ନିୟମ ଅଧୀନରେ ୧୪ଟି ବହି ବିତରଣ କରଯାଇଥିଲା । |
10 | কলিঙ্গ ইন্সটিটিউট অব সোশ্যাল সাইন্সেস (কেআইএসএস) নামের একটি আদিবাসী শিক্ষা প্রতিষ্ঠান প্রথমে এই প্রকল্পটি শুরু করে। | ଏହି ପ୍ରକଳ୍ପକୁ ରାଜ୍ୟର ଅଗ୍ରଣୀ ଶିକ୍ଷାନୁଷ୍ଠାନ କଳିଙ୍ଗ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ ଅଫ ସୋସିଆଲ ସାଇନ୍ସେସ (କିସ) ଔପଚାରିକ ଭାବେ ଆରମ୍ଭ କରୁଛି । |
11 | […] কেআইএসএস এই বইগুলোর মধ্য থেকে কয়েকটি বইয়ের ডিজিটাল সংস্করণ তৈরি করতে যাচ্ছে। | |
12 | ডিজিটাল করার পর এই বইগুলো ওডিয়া উইকিসোর্সে পাওয়া যাবে। উম্নুক্ত ধরনের একটি ওডিয়া ইউনিকোড ফন্ট হচ্ছে, “ওডিয়া ওটি জাগান্নাথা”। | […] ଓଡ଼ିଆ ଉଇକିମିଡ଼ିଆ କିସ ଅନୁଷ୍ଠାନର ୬ ଜଣ ଶିକ୍ଷକ ଓ କିଛି ଛାତ୍ରଙ୍କୁ ଡିଜିଟାଇଜେସନ ସମ୍ବନ୍ଧରେ ପୂର୍ଣ୍ଣ ସହଯୋଗ କରିବା ସହ ପ୍ରଶିକ୍ଷଣ ମଧ୍ୟ ଦେବ । |
13 | ওডিয়াল্যাঙ্গুয়েজ ডট কমের কর্মী সুজাতা পাটেল এই ফন্টটির নকশা করেছেন। | Odialanguage.com ର ସୁଜାତା ପଟେଲଙ୍କ ନିର୍ମିତ OpenType ଓଡ଼ିଆ ଇଉନିକୋଡ଼ ଫଣ୍ଟ “ଓଡ଼ିଆ ଓ. ଟି ଜଗନ୍ନାଥ” ଓ. |
14 | এটি ওএফএল অনুমোদনের অধীনে প্রকাশ করা হয়েছে। | ଏଫ. ଏଲ ସ୍ଵତ୍ଵରେ ଉନ୍ମୋଚିତ ହେଇଥିଲା । |
15 | এটি প্রথম একটি উন্মুক্ত ধরনের ওডিয়া টাইপ, যার স্বাদ সম্প্রদায়টি সক্রিয়ভাবে নিয়েছে। | |
16 | “টাইপোডিয়া” নামে একটি নতুন ওডিয়া অফলাইন ইনপুট টুল প্রকাশ করা হয়েছে। | |
17 | টুলটি তৈরি করেছেন উইকিপিডিয়া কর্মী মনোজ সাহুকার। এটি গণহারে বিলি করার জন্য প্রকাশ করা হয়েছে। | ଏହା ହେଉଛି ପ୍ରଥମ ଓଡ଼ିଆ ଫଣ୍ଟ ଯାହାକୁ ଓଡ଼ିଆ ଉଇକିପିଡିଆ ସଙ୍ଘର ସକ୍ରିୟ ଯୋଗଦାନ ଦ୍ୱାରା ପ୍ରଥମ କରି ଆତ୍ମପ୍ରକାଶ କରିଛି । |
18 | ডিভিডিগুলোতে ফন্ট, ইনপুট টুল, ওডিয়া ভাষার অভিধান, কিউইক্সিতে অফলাইন ওডিয়া উইকিপিডিয়া, উইকিপিডিয়া সম্পাদনা নির্দেশনা, ইউনিকোড ফন্টে পরিবর্তনের জন্য আইএসসিআইআই, বিভিন্ন বিনামূল্য এবং ওপেন সোর্স সফটওয়্যার প্যাকেজ এবং উবুন্টু অপারেটিং সিস্টেম […] অন্তর্ভুক্ত করা আছে। | ଉଇକିଆଳି ମନୋଜ ସାହୁକାରଙ୍କ ନିର୍ମିତ ଏକ ନୂଆ ଓଡ଼ିଆ ଅଫଲାଇନ ଇନପୁଟ ସାଧନ “ଟାଇପଓଡ଼ିଆ (TypeOdia)” ମଧ୍ୟ ଜନସାଧାରଣଙ୍କ ନିମନ୍ତେ ଉତ୍ସର୍ଗ କରାଯାଇଥିଲା । ଏଥିରେ ଅଂଶଗ୍ରହଣ କରିଥିବା ସମସ୍ତଙ୍କୁ ଡିଭିଡି ମାଧ୍ୟମରେ ଉକ୍ତ ଫଣ୍ଟ, ଇନପୁଟ ସାଧନ, ଓଡ଼ିଆ ଅଭିଧାନ, ମୁକ୍ତ ସଫ୍ଟଓଆର ଗୁଡିକ, କିଉଇକ୍ସରେ ଅଫଲାଇନ ଓଡ଼ିଆ ଉଇକିପିଡ଼ିଆ, ଉଇକିପିଡ଼ିଆ ସମ୍ପାଦନା ସହାୟକ ପୁସ୍ତିକା ଓ ଉବୁଣ୍ଟୁ ଅପରେଟିଂ ସିଷ୍ଟମ ବିତରଣ କରଯାଇଥିଲା । |
19 | বেশিরভাগ ওডিয়া প্রকাশনা ইন্টারনেটে পাওয়া যায় না। | |
20 | এসব ওয়েবসাইটে পাঠকেরা সহজে প্রবেশও করতে পারেন না। মূল্যবান বইগুলো সংরক্ষণের জন্য ডিজিটালকরনের প্রক্রিয়া নিয়ে [ডঃ দেবিপ্রসন্ন পাটনায়েক] আলোচনা করেছেন। | […] ପାଖାପାଖି ସମସ୍ତ ଓଡ଼ିଆ ପ୍ରକାଶନ ଇଣ୍ଟରନେଟରେ ଉପଲବ୍ଧ ନଥିବାରୁ ତାହାସବୁ ସମଗ୍ର ବିଶ୍ୱରେ ଥିବା ଓଡ଼ିଆଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିପାରୁନାହିଁ ବୋଲି ସେ କ୍ଷୋଭ ପ୍ରକାଶ କରିଥିଲେ । |
21 | এসব বই মূলত প্রকাশনার বাইরে ছিল এবং তাল পাতায় লেখা পাণ্ডুলিপি […] আকারের বইও ডিজিটালকরণ করা হয়েছে। | ଏଥି ସହିତ ସେ ପୁରୁଣା ବହି ଆଉ ତାଳପତ୍ର ପୋଥି ତଥା ପାଣ୍ଡୁଲିପିଗୁଡ଼ିକୁ ଡିଜିଟାଇଜେସନ ମାଧ୍ୟମରେ ସଂରକ୍ଷିତ କରିବା ପାଇଁ ପରାମର୍ଶ ଦେଇଥିଲେ । […] |
22 | ওডিয়া ফন্টটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এই ফন্টটি যারা তৈরি করেছেন, তারা বলেছেনঃ | ଓଡ଼ିଆ ଫଣ୍ଟଗୁଡିକୁ ମାଗଣାରେ ଏଠାରୁ ଡାଉନଲୋଡ଼ କରିପାରିବେ | ଏହି ଟୁଲର ନିର୍ମାତା କହନ୍ତି: |
23 | সত্যিকারের সতেজতা নিয়ে ওডিয়া ভাষাটি ব্যবহার করতে আমরা পরামর্শ দিব। প্রতিদিনের প্রশাসনিক কর্ম রাজ্যে, বিচার কাজ পরিচালনার ক্ষেত্রে, শিক্ষা প্রদানের ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে এই ভাষার ব্যবহার বাড়াতে আমরা পরামর্শ দিচ্ছি। | ଆମେ ହୃଦୟର ସହ ଓଡ଼ିଆ ଭାଷାର ବ୍ୟବହାର ପାଇଁ ପ୍ରାଥମିକତା ଦଉଛୁ, ଯାହାକି ଆଜିକାଲି ର ଅମଲାତନ୍ତ୍ର, ଆଇନ କାନୁନ ବ୍ୟବସ୍ଥା ଓ ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାରେ ଭାଷାର ବ୍ୟବହାର ଛଡା, ଓଡ଼ିଆ ଲେକ୍ଜିକନ ର ଉଦ୍ଭବ ପାଇଁ ପ୍ରକଳ୍ପ ହାତ କୁ ନେଇଛୁ, ଯାହାକି ଇଂରାଜୀ ବୈଷୟିକ ଶବ୍ଦଗୁଡିକର ଓଡ଼ିଆ ଶବ୍ଦାର୍ଥ କୁ ବହୁଳ ଭାବେ ଉପଯୋଗ କରାଯିବ । |
24 | এর পাশাপাশি আমরা ওডিয়া ভাষার একটি অভিধান তৈরি করার প্রকল্প হাতে নিয়েছি। | ଏହା ଆମକୁ ଇଂରାଜୀ ଭାଷା ଉପରେଥିବା ନିର୍ଭରଶୀଳତା କୁ କମ କରିବ । |
25 | এখানে কারিগরি শব্দের বিশেষ বিশেষ ক্ষেত্রে ওডিয়া সংস্করণ অন্তর্ভুক্ত করা হবে, যেন ইংরেজি ভাষার উপর আমাদের নির্ভরতা এড়িয়ে যাওয়া যায়। | |