# | ben | ori |
---|
1 | বাংলাদেশে অর্ধলক্ষ শিক্ষার্থীদের ইন্টারনেট জ্ঞান সুবিধা দিতে গুগল বাস চালু | ବଙ୍ଗଳାଦେଶରେ ଅଧମିଲିଅନ ଲୋକଙ୍କ ପାଇଁ ଇଣ୍ଟରନେଟ କୁଶଳତା ଆଣୁଛି ଗୁଗୁଲ ବସ |
2 | ইউটিউবে প্রকাশিত গুগল বাস নিয়ে তৈরি ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট (ভিডিওটি দেখতে ক্লিক করুন) | ଇଉଟିଉବରେ ଥିବା ଏକ ଇଣ୍ଟ୍ରୋ ଭିଡ଼ିଓର ସ୍କ୍ରିନସଟ (ଭିଡ଼ିଓଟି ଦେଖିବା ପାଇଁ କ୍ଲିକ କରନ୍ତୁ) |
3 | বাংলাদেশের অর্ধলক্ষ কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইন্টারনেটের নানা বিষয় শেখাতে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বিশেষ উদ্যোগ চালু করেছে। | ଇଣ୍ଟରନେଟରୁ ଅଧିକ ଉପଯୋଗୀ କରିବା ନିମନ୍ତେ ବଙ୍ଗଳାଦେଶର ପାଖାପାଖି ଅଧ ମିଲିଅନ କଲେଜ ଓ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରେ ଟେକ ଜାଏଣ୍ଟ ଗୁଗୁଲର ଏକ ଦଳ ବସଟି ଚଳାଉଛନ୍ତି । |
4 | আর এ উদ্যোগের অংশ হিসেবে থ্রিজি মোবাইল ইন্টারনেট সুবিধাসহ চালু করা হয়েছে গুগল বাস যা বাংলাদেশের ৩৫টি শহরে ৫০০টি ক্যাম্পাসে যাবে। | ଏକ ବିଶେଷ ସୁବିଧାଯୁକ୍ତ ଏହି ଗୁଗୁଲ ବସ 3G ମୋବାଇଲ ଇଣ୍ଟରନେଟ ଚାଳିତ ଓ ଦକ୍ଷିଣ ଏସିଆର ୩୫ଟି ଅଞ୍ଚଳରେ ଥିବା ୫୦୦ଟି କ୍ୟାମ୍ପସ ଯିବ । |
5 | থ্রিজি মোবাইল ইন্টারনেটের সুবিধার ফলে বাংলাদেশ অনেক মানুষই ইন্টারনেটে যুক্ত হচ্ছে এবং অনলাইনে যাচ্ছে। | ବଙ୍ଗଳାଦେଶର ଅଧିକରୁ ଅଧିକ ଲୋକ ଅନଲାଇନ ଆସିବାରେ ଲାଗିଛନ୍ତି, ଏଥି ଲାଗି ମୋବାଇଲ ଇଣ୍ଟରନେଟକୁ ସାଧୁବାଦ ଦେବା କଥା । |
6 | গত দুই বছরে ইন্টারনেট ব্যবহারের হার ২০ শতাংশে উন্নীত হয়েছে যা ২০১২ সালে ছিলো মাত্র ৫ শতাংশ। | ୨୦୧୨ରେ ଥିବା ୫ ଶତକଡ଼ାରୁ ରୁ ଗତ ଦୁଇ ବର୍ଷ ଭିତରେ ଇଣ୍ଟରନେଟ ୨୦ ଶତକଡ଼ା ଲୋକଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚି ପାରିଛି । |
7 | নতুন ব্যবহারকারীরা, বিশেষ করে তরুনেরা এখনও ইন্টারনেট ব্যবহারের ব্যাপারে সঠিক প্রশিক্ষণ পায়নি ফলে ইন্টারনেটের ক্ষমতা এবং নতুন মিডিয়া সম্পর্কে তেমন অভিজ্ঞ নয়। | ଏ ସଭିଏଁ ନୂଆ ବ୍ୟବହାରୀ ଓ ବିଶେଷ କରି ଇଣ୍ଟରନେଟର ଓ ନୂଆ ମିଡ଼ିଆର ମହତ୍ୱ ବାବଦରେ ଜାଣି ନଥିବା ଯୁବବର୍ଗର । |
8 | গুগল বাসের এ উদ্যোগ সে পরিবর্তনে সহায়তা করতে এগিয়ে এসেছে। এর সাহায্যে শিক্ষার্থীরা শুধুমাত্র যে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হবে বিষয়টি তা নয়, বরং নতুন নানা ধরনের ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে তাদের শিক্ষা এবং উন্নয়নে কিভাবে সহায়তা পেতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করা হবে। | ଛାତ୍ରମାନଙ୍କୁ ଇଣ୍ଟରନେଟ ସହ ଯୋଡ଼ିବା ସହ ସେମାନଙ୍କ ଶିକ୍ଷା ଓ ବିକାଶ ସକାଶେ ନୂଆ ଟୁଲ ବାବଦରେ ଜାଣିବା ଏବଂ ତାଲିମଦାତାଙ୍କ ଦ୍ୱାରା ଶିକ୍ଷଣଶାଳା ଦେବାର ପ୍ରକ୍ରିୟା ବଦଳାଇବା ପାଇଁ ଗୁଗୁଲ ବସ ଉଦ୍ୟମ କରୁଛି । |
9 | শিক্ষার্থীরা এ প্রকল্পের কার্যক্রমের সময় কয়েকটি ইন্টারনেট সংযুক্ত অ্যান্ড্রয়েড ডিভাইসও ব্যবহারের সুযোগ পাবে। | ଏହି ପ୍ରକଳ୍ପରେ ଜଡ଼ିତ ଛାତ୍ରମାନେ ଇଣ୍ଟରନେଟ ଥିବା ଆଣ୍ଡ୍ରଏଡ଼ ଡିଭାଇସ ବ୍ୟବହାର କରିବାର ସୁଯୋଗ ଲଭିବେ । |
10 | রাজধানী ঢাকার বেশ কয়েকটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে এ বাস প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে। | ବସଟି ଏଯାବତ ଢାକାର ବିଭିନ୍ନ କଲେଜ ଓ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଯାଇସାରିଲାଣି । |
11 | সামনের কয়েক মাসে চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল এবং অন্যান্য বড় শহরগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে এ গুগল বাস। | ଆସନ୍ତା ମାସମାନଙ୍କରେ ଏହା ଚିଟାଗଙ୍ଗ, ଖୁଲଣା, ସିଲହଟ, ରାଜସାହି, ରଙ୍ଗପୁର, ବରିସଳ ଏବଂ ଆହୁରି ଅନେକ ସହରର ଶିକ୍ଷାନୁଷ୍ଠାନମାନଙ୍କୁ ଯିବ । |
12 | গুগলের এ উদ্যোগ নিয়ে নাগরিকেরা জানিয়েছেন নিজেদের অনুভূতি: | ନେଟ-ବ୍ୟବହାରୀଗଣ ଗୁଗଲର ଏହି ଅଭିଯାନରେ ନିଜ ଉତ୍କଣ୍ଠା ପ୍ରକାଶିଛନ୍ତି: |
13 | #গুগল সারা বাংলাদেশ ভ্রমণ করছে কলেজের শিক্ষার্থীদের ইন্টারনেট সম্পর্কে জ্ঞান দিতে। | କଲେଜ ଛାତ୍ରଙ୍କୁ ପଢ଼ାଇବା ନିମନ୍ତେ ଗୁଗୁଲ ବଙ୍ଗଳାଦେଶ ସାରା ଗାଡ଼ି ଚଳାଇଛି । - କାଦିର ଆରିଫ |
14 | গুগল বাস বাংলাদেশে তার যাত্রা শুরু করেছে। | ଗୁଗୁଲ ବସ ବଙ୍ଗଳାଦେଶରେ ନିଜର ଯାତ୍ରାରମ୍ଭ କଲା । |
15 | গুগল বাংলাদেশের ইন্টারনেট সেক্টরেও বাজি লাগিয়েছে! | - ନୁରୁନାବି ହାସିବ ଗୁଗୁଲ ବଙ୍ଗଳାଦେଶର ICTରେ ମଧ୍ୟ ବାଜି ଲଗାଇଲାଣି । |
16 | স্বাগতম গুগল! | ତମଙ୍କୁ ପାଛୋଟା ଗୁଗୁଲ! |
17 | অনেক শিক্ষার্থী গুগল প্লাস কমিউনিটি পেজে এ বিষয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়া করেছে। | - ହାମିଦୁଲ ହକ ବହୁ ଛାତ୍ର ଗୁଗୁଲ ପ୍ଲସ କମୁମିଟି ପୃଷ୍ଠାରେରେ ନିଜ ଅନୁଭୂତି ଜଣାଇଛନ୍ତି । |
18 | আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মুরাদ হোসেন লিখেছেন: | ଆଡାମଜି କାଣ୍ଟନମେଣ୍ଟ କଲେଜର ମୁରାଦ ହୋସେନ ଲେଖିଛନ୍ତି: |
19 | গুগল বাস আমাদের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ক্যাম্পাসে এসেছে.. এটা দারুন.. | ଆମ ଏସିସି କଲେଜକୁ ଗୁଗୁଲ ବସ ଆସିବା ସତରେ ଆନନ୍ଦର ବିଷୟ । |
20 | :) ভাবছি এমন অভিজ্ঞতা আমার জন্য প্রথম কিন্তু আমি খুবই উপভোগ করেছি। | ମୋ ପାଇଁ ନୂଆ ହେଲେ ବି ମନ ଉଲୁସି ଉଠୁଛି । |
21 | আশা করছি বাংলাদেশে এটি ছড়িয়ে পড়বে এবং জনপ্রিয় হবে… | ବଙ୍ଗଳାଦେଶରେ ଏହା ଅଧିକ ଆଗେଇ ଜଣାଶୁଣା ହେବ ବୋଲି ଆଶା… |
22 | অর্পিতা আহমেদ (বৃষ্টি) লিখেছেন: | ଅର୍ପିତା ଅହମଦ (ବୃଷ୍ଟି) ଲେଖନ୍ତି: |
23 | হাই, আমি তেজগাঁও কলেজ থেকে বৃষ্টি। | ମୁଁ ତେଜଗାଓଁ କଲେଜରେ ପଢ଼ୁଥିବା ବୃଷ୍ଟି । |
24 | গুগল বাসটিকে আমার ভাল লাগে। | ଗୁଗୁଲ ବସ ସତରେ ବଢ଼ିଆ । |
25 | এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রতিদিনের জীবনে। | ଏଇଟି ଆମ ନିତିଦିନିଆ ଜୀବନ ଲାଗି ଦରକାରୀ । |
26 | তাই এটি আমার খুবই পছন্দ হয়েছে। | ମୋର ଖୁବ ପସନ୍ଦ । |
27 | বাংলাদেশি ব্লগ ঝালমুরিতে, আহমেদ রাবিব তওসিফ গুগল বাসের বৈশিষ্ট্য সম্পর্কে লিখেছেন: | ବଙ୍ଗଲାଦେଶୀ ବ୍ଲଗ ଝାଲମୁରିରେ, ଅହମଦ ରାବିବ ତଉସିଫ ଗୁଗୁଲ ବସର ଉପ୍ୟୋଗୀତା ବଖାଣିଛନ୍ତି: |
28 | সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিত গুগল একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান যার অন্যতম লক্ষ্য হচ্ছে তথ্য খোঁজার বিষয়টি বিশ্বব্যাপী সহজ করে তোলা। | ସେମାନଙ୍କ ସର୍ଚ ଇଞ୍ଜିନରୁ ଆମେ ଜାଣିଛୁ ଗୁଗୁଲ ଜଗତର ସୂଚନାକୁ ସଜାଡ଼ିବା ଓ ତା'କୁ ସଭିଙ୍କ ସବୁଠି ଉପଲବ୍ଧ ଓ ବ୍ୟବହାରଯୋଗୀ କରିବା ଲକ୍ଷରେ ଗଢ଼ା ଏକ ବହୁଦେଶୀୟ କମ୍ପାନି । |
29 | গুগল বাসের মাধ্যমে বাংলাদেশে চালু হওয়া এ উদ্যোগটি শুধুমাত্র শিক্ষার্থীদেরই যে সাহায্য করবে তা নয়, বরং এর মাধ্যমে পুরো দেশই লাভবান হবে। | ଗୁଗୁଲ ବସ ବଙ୍ଗଳାଦେଶ ସୁବିଧା ଯୋଗୁଁ ଏହା କେବଳ ଆଜିର ଯୁବସମାଜ ଲାଗି ନୁହେଁ ବରଂ ସମଗ୍ର ଦେଶ ପାଇଁ ଲାଭଜନକ ହେବ । |