# | ben | por |
---|
1 | মিশর: মিশর বিক্ষোভে শহীদ নাগরিকদের স্মরণ করা | Egito: Em memória dos Mártires |
2 | এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Este texto é parte da nossa cobertura especial dos Protestos no Egito em 2011. |
3 | আজকের দিনটি রোববার এবং দিনটি শহীদদের জন্য উৎসর্গকৃত, এবং একই গতিতে চলতে থাকা একটি সপ্তাহের শুরু আজ। আর এই দিনটি মিশরীয় জনপ্রিয় গণজাগরণের ১৩ তম দিন। | Em todo o mundo, são feitas homenagens àqueles que perderam suas vidas nos protestos que tomaram conta do Egito para pedir o fim do regime de Mubarak. |
4 | যদিও একটি আহ্বান শেষ হয়েছে, তারপরেও মিছিল করে লক্ষ লক্ষ জনতা তাহরির স্কোয়ারের দিকে যাচ্ছে। | Há dois dias, aconteceu o Domingo dos Mártires, que marcou o início da Semana de Perseverança e o décimo-terceiro dia do levante do povo egípcio. |
5 | এটি কায়রোর কেন্দ্রস্থল। আজকের দিনটিতে সেই সব ব্যক্তিদের স্মরণে এই মিছিলের আয়োজন করা হয়েছে, যারা বিক্ষোভে শহীদ হয়েছে। | Um chamado foi realizado também para que, mais uma vez, um milhão de pessoas marchem na Praça Tahrir, no centro do Cairo, para lembrar aqueles que foram mortos durante os protestos. |
6 | দিনটিতে কপ্ট নামক খ্রিস্টান সম্প্রদায়ের এক গণ জমায়েত অনুষ্ঠিত হবার কথা, এবং যারা এই বিক্ষোভে শহীদ হয়েছে, তাদের পরিবারসমূহকে এই সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। | |
7 | সাম্প্রতিক সময়ে তাহরির স্কোয়ার বিক্ষোভের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এবং এটি টেলিভিশনে স্থায়ী এক প্রদর্শনের বিষয়ে পরিণত হয়েছে। | Espera-se que o dia reúna uma massa de cristãos Cópticos, e as famílias dos mortos em protestos foram convidadas a participar, carregando cartazes com os nomes dos seus entes falecidos. |
8 | টেলিভিশন চ্যানেলগুলো সেখান উপস্থিত থেকে, সেখানকার সংবাদ সারাসরি আমাদের ঘরে রাখা টিভিতে প্রদর্শন করছে। | A Praça Tahrir tem sido o epicentro dos protestos recentemente e um cenário permanente nas telas de TV, que transmitem o desenrolar da revolução diretamente do lugar onde tudo acontece para as salas de estar. |
9 | ফেসবুকের পাতা: স্বাধীনতার শহীদেরা। | Página do Facebook: Mártires da Liberdade |
10 | “মিশর তোমাদের স্মরণ করছে” নামক পাতাতেও এই বিক্ষোভে যারা নিহত হয়েছে তাদের ছবি এবং নাম প্রদর্শন করা হয়েছে। | Egypt Remembers [En - para todos os links] exibe as imagens e os nomes dos mortos no conflito. |
11 | স্বাধীনতার শহীদেরা নামে ফেসবুকের একটি পাতা এখানে রয়েছে। নামের এই তালিকায় (স্প্রেডশিট) শহীদের নাম অর্ন্তভুক্ত করার জন্য লোকদের উৎসাহিত করা হচ্ছে। | Uma página do Facebook intitulada Mártires da Liberdade também pode ser encontrada aqui, e as pessoas são encorajadas ainda a acrescentar nomes de outros mártires nesta tabela. |
12 | নীচে টুইটারের কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল: | Abaixo, algumas reações no Twitter: |
13 | @লুবজি: মিশর, যখন আমি তোমার শহীদ সন্তানদের দেখি তখন আমার চোখে অশ্রু গড়িয়ে পড়ে! #মিশর। | @_anamus: não consigo parar de chorar enquanto leio as biografias dos mártires… http://1000memories.com/egypt abaixo #mubarak pare com as mortes #egito #jan25 |
14 | মুবারক সরকার নিপাত যাক টিটি@:লাসতোআদ্রি: http://twitpic.com/3wvmsf عيني تدمع.. | @egyptianreform: Não abandonem os mártires…continuem protestando até que o regime entre em colapso! |
15 | #মিশর #জান২৫ | #egypt #tahrir #jan25 |
16 | @_আনামাস: যখন আমি শহীদের জীবনী পড়লাম তখন আর চোখের পানি ধরে রাখতে পারিনি…. http://1000memories.com/egypt। | @FourYawkeyWay: meu coração dói a cada biografia dos jovens mártires no #egito. |
17 | মুবারকের পতন চাই,#মুবারক খুনাখুনি বন্ধ কর #মিশর#জান২৫ | Está claro que #Mubarak está tentando matar o futuro do qual ele não fará parte… #jan25 |
18 | @ইজিপশিয়ানরিফর্ম: শহীদের রক্ত বৃথা যেত দেওয়া উচিত নয়… যতক্ষণ না এই সরকারের পতন ঘটে, ততক্ষণ বিক্ষোভ চালিয়ে যাওয়া উচিত! | @Repent11: Fotos e detalhes sobre os mártires de #Jan25 http://1000memories.com/egypt Descansem em paz - Deus os abençoe e estou certo de que estão em um lugar melhor longe de Mubarak! |
19 | #মিশর,#তাহরির#জান২৫ | @_anamus: Dia 13 da Ira Egípcia. |
20 | @ফোর ইয়োকিইয়োওয়েই: প্রতিটি তরুণ শহীদের জীবনী পড়ার সাথে সাথে আমি আমার হৃদয়ে এক তীব্র যন্ত্রণা অনুভব করছি#মিশর। | |
21 | এটা পরিষ্কার#মুবারক ভবিষ্যৎকে খুন করার চেষ্টা করছে, সে যার অংশ হবে না…#জান২৫ | Este será o Dia dos Mártires da revolução. Outro milhão de homens/mulheres marcham #jan25 #egypt… bom dia mundo |
22 | @রিপেন্ট১১: শহীদদের ছবি এবং বিস্তারিত জীবনী। #জান২৫। http://1000memories.com/egypt, শান্তিতে ঘুমাও-পরম করুণাময় তোমাদের মঙ্গল করুক। | @hasan_konty: vamos prometer nunca esquecer de nossos Mártires que morreram pela liberdade de todos nós e jurar punir seus assassinos #egypt #jan25 #tahrir |
23 | এবং আমি নিশ্চিত যে তোমরা মুবারকের থেকে অনেক দুরে এক অনেক ভালো পরিবেশে বাস করছ। | @bkquade: O mundo deve sempre relembrar os mártires do #Egito. os protestos de #Jan25 trarão liberdade para muitos do mundo. |
24 | @_আনামাস: মিশর বিক্ষোভের ১৩ তম দিন। | Eles são todos heróis. |
25 | এটা বিপ্লবে শহীদ হয়ে যাওয়া ব্যক্তিদের জন্য উৎসর্গকৃত দিন। | @rehabsakr: #egypt #jan25 Os Mártires da Revolução, morreram por nós para viver, não se esqueça deles! |
26 | লক্ষ লক্ষ পুরুষ/নারীর আরেকটি মিছিল সামনে এগিয়ে যাচ্ছে#জান২৫#ইজিপ্ট… শুভ সকাল সারা বিশ্ব। | @TarikSalama: Msg para #Israel: estes são os rostos de pessoas violentas? mártires de #Jan25 http://bit.ly/ew6Nyw Democracia no #Egito única garantia de paz. |
27 | @হাসান_কোনটি: আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমাদের সকলের মুক্তির জন্য যারা শহীদ হয়েছে, তাদের কথা ভুলে না যাই এবং তাদের খুনিদের শাস্তি দিতে প্রতিজ্ঞাবদ্ধ হই। | |
28 | #মিশর#জান২৫#তাহরির। @বিকেকোয়াদ: বিশ্ব সবসময় #মিশরের শহীদের স্মরণ করবে। | @sokkari: A multidão no Domingo dos Mártires prova que tolerância & respeito foram recuperadas pela revolução de uma nova geração com consciência global. |
29 | #জান২৫। | #jan25 |
30 | প্রতিবাদকারীরা বিশ্বের বেশির ভাগ এলাকার স্বাধীনতা বয়ে আনবে। | @virtualactivism: Dia dos Mártires durante a Semana da Perseverança. |
31 | তারা সকলেই বীর। @রেহাবসাকর:#মিশর#জানু২৫। | AMO como aquela juventude está definindo seus dias. |
32 | বিপ্লবের শহীদেরা, আমরা যেন জীবিত থাকি, তার নিজের জীবন দিয়েছে। | |
33 | @তারিকসালামা: #ইজরায়েল এর জন্য বার্তা: এই সব মুখগুলো কি খুনে জনতার মুখ? | |
34 | যারা #জান২৫, তারিখে গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে, যা কেবল শান্তির বারতা নিশ্চিত করতে পারে।http://bit.ly/ew6Nyw | |
35 | @সোকাকারি: রোববারে শহীদদের স্মরণে গণ উপস্থিতি প্রমান করে যে এই বিপ্লব সারা বিশ্বের চেতনার সাথে তরুণ প্রজন্মের সহনশীলতা এবং শ্রদ্ধা অর্জন করেছে। | |
36 | #জান২৫ | #jan25 |
37 | একই গতিতে চলা সপ্তাহের একটি দিনে বিক্ষোভে নিহত শহীদদের স্মরণ করা হয়েছে। | |
38 | তরুণরা যে ভাবে সোনার অক্ষরে তাদের দিনগুলোকে লিখে রেখেছে, সেই বিষয়টিকে ভালোবাসার সাথে স্মরণ করছি। | |
39 | মিশর সংক্রান্ত আরো সংবাদের জন্য আমাদের সাথেই থাকুন। | Fique atento a outros textos sobre o Egito. |