# | ben | por |
---|
1 | সৌদি মানবাধিকার বিষয়ক আইনজীবী ওয়ালিদ আবুলখায়েরের ১৫ বছরের কারাদণ্ড | Advogado saudita de Direitos Humanos Waleed Abulkhair é sentenciado a de 15 anos de prisão |
2 | ওয়ালেদ আবুল খায়ের এর টুইটার আকাউন্ট @ওয়ালিদআবুলখায়ের এ তাঁর প্রোফাইল ছবি। | Foto do perfil do twitter de Waleed Abulkhair: @WaleedAbulkhair. |
3 | সৌদি আরবের একজন প্রখ্যাত মানবাধিকার বিষয়ক আইনজীবী ওয়ালিদ আবুলখায়ের। | [Todos os links conduzem a sites em inglês, exceto quando indicado o contrário.] |
4 | এই প্রখ্যাত আইনজীবীকে আজ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। | Waleed Abulkhair, um saudita prominente na seara de defesa dos direitos humanos, foi sentenciado hoje a quinze anos de prisão. |
5 | রাজতন্ত্রটিতে চালু হওয়া “সাধারণ আদেশ অমান্য” এবং “জনমত উস্কে দেওয়া”র মতো নতুন সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। | Ele foi condenado sob uma nova lei anti-terrorismo, que foi introduzida pela monarquia absolutista e prevê crimes por “insulto à ordem geral” e “agitação de opinião pública”. |
6 | একটি ওয়েবসাইট প্রতিষ্ঠার জন্য তার শ্যালক রাইফ বাদায়ির ১০ বছরের কারাদণ্ড এবং ১,০০০ টি দোররায় দন্ডিত হওয়ার বিশ্বব্যাপী একটি এনজিও থেকে শোরগোল শোনার কমপক্ষে দুই মাস পরে তাঁর এই দণ্ডাদেশ হল। আবুলখায়ের হলেন “সৌদি আরবে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ” প্রতিষ্ঠানের প্রধান। | Não obstante o apelo global de ONGs, a setença veio menos de dois meses depois do cunhado de Waleed Abulkhair, Raif Badawi, ser condernado a dez anos de prisão e mil chicotadas por criar um site. |
7 | তিনি সৌদি আরবের সামাজিক মিডিয়া জুড়ে ব্যাপক পরিচিত এবং @ওয়ালিদআবুলখায়েরের নামের তার টুইটার অ্যাকাউন্টে ৭৬,০০০ এরও অধিক অনুসারী রয়েছে। | Abulkhair, que é o chefe da Organização “Monitoramento de Direitos Humanos na Arábia Saudita”, possui mais de 76 mil seguidores no perfil @WaleedAbulkhair. |
8 | তার দণ্ডাদেশের পর তার একাউন্টে তাকে উদ্ধৃত করে টুইট করা হয়েছে: | Depois do julgamento, esta conta de twitter publicou o seguinte citando as palavras de Abulkhair: |
9 | #ওয়ালিদআবুলখায়েরের বিরুদ্ধে একটি চূড়ান্ত রায় আজ দিনের প্রথম ভাগে ঘোষণা করা হয়েছে - ১ | A sentença do julgamento final de #WaleedAbuAlkhair foi anunciada no começo deste dia -1 |
10 | তাঁকে ১৫ বছরের কারাদণ্ড এবং অনুরূপ সময় ভ্রমণে নিষেধাজ্ঞা এবং দুই লাখ রিয়াল জরিমানা করা হয়েছে। | Ele foi condenado a quinze anos e igual período de tempo de banimento e multa de duzentos mil rials sauditas. |
11 | একটি বিবৃতি আজ রাতে প্রকাশ করা হবে - ২ | Um pronunciamento será publicado esta noite -2 |
12 | #ওয়ালিদআবুলখায়ের চূড়ান্ত সেশনে উত্তর দিয়েছেন, “আমি এই রায়ে আপত্তি জানাচ্ছি; ঈশ্বর, ইতিহাস ও মানুষ আমাদের মধ্যে সত্য বিচার করবে।” | “Eu repudio este julgamento. Deus, a História e o povo farão o verdeiro julgamento entre nós” #WaleedAbuAlkhair respondeu na sessão final. |
13 | ব্লগার আহমেদ আল ওমরান কি কি অভিযোগ রয়েছে তা পরিষ্কারভাবে জানিয়ে টুইট করেছেন: | O Blogueiro Ahmed Al-omran esclareceu as acusações feitas: |
14 | সক্রিয় কর্মী @ওয়ালিদআবুলখায়ের “সাধারণ আদেশ অমান্য” এবং “জনমত উস্কে দেওয়ার” মতো নতুন সন্ত্রাসদমন আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হয়েছেন। | O ativista @WaleedAbulkhair foi condenado sob a nova lei anti-terrorismo por “insulto à ordem geral” e “agitação de opinião pública”. |
15 | এপ্রিলের ১৬ তারিখ থেকে অন্তরীন সক্রিয় কর্মী বলেছেন, নতুন ১৫ বছরের কারাদণ্ড আগের তিন মাসের সাজার অন্তর্ভুক্ত নয়। | Abulkhair está na prisão desde 16 de abril. Ativistas dizem que a nova sentença atualiza a sentença anterior de apenas três meses. |
16 | একাডেমিক গবেষক ডাঃ মাডায়ি আলরাশেদ এই কারাদণ্ডের নিন্দা জানিয়ে তার ১,৮১,০০০ অনুগামীদের কাছে টুইট করেছেন: | A pesquisadora acadêmica Dr. Madawi Alrasheed escreveu no twitter para os seus 181 mil seguidores e questionou a setença: |
17 | কোন ধর্মমতে তাঁরা ৩ মাসের একটি কারাদন্ড ১৫ বছরে পরিবর্তন করা হল ? | Em que lugar uma sentença muda o tempo de prisão de três meses para quinze anos? |
18 | # وليد _ أبوالخير [আরবী ভাষায়] নামের খুব সক্রিয় হ্যাশ ট্যাগটিতে ওয়ালিদ আবুলখায়েরকে উল্লেখ করে বান্দের কাদের (@ফ্রিজেন) টুইট করেছেন যার অনুবাদ করলে দাঁড়ায়: | O usuário de twitter Bander Qedeer escreveu sob a popular hashtag #وليد_أبوالخير, que traduz o nome de Waleed Abulkhair: |
19 | ভাবাদর্শী চরমপন্থী, যারা অস্ত্র নিয়েছে এবং সংগ্রাম করেছে তাঁদের পুনর্বাসন, পরামর্শ এবং মুক্তি দেওয়া হবে, কিন্তু যারা কলম হাতে তুলে নিয়েছে এবং সমালোচনা করেছে তাঁরা লম্বা কারাদণ্ড পাবেন… আপনারা মানুষকে শক্ত বিকল্প প্রদান করছেন। | Os extremistas ideológicos que tomam as armas e vão à luta serão reabilitados, aconselhados e soltos, enquanto aqueles que escrevem e criticam receberão penas longas… Tu estás dando opções difíceis para o povo |
20 | সিএনএন এর আন্তর্জাতিক সংবাদদাতা মোহাম্মদ জামজুম তার ১৮,৬০০ অনুগামীদের কাছে টুইট করেছেন, আবুলখায়ের এই দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আপীল করবেন না: | Abulkhair não vai apelar a decisão, escreveu o corresponde internacional da CNN no twitter para os seus 18.600 seguidores: |
21 | @ওয়ালিদআবুলখায়েরের স্ত্রী সামার বাদায়ি বলেছেন, “এই রায় সঠিক নয়। | Samar Badawi, mulher de @WaleedAbulkhair, diz que “o veredito não foi justo. |
22 | ওয়ালিদের চেষ্টা করেছিলেন এবং একজন অধিকার কর্মী হিসেবে তাঁকে শুধুমাত্র তার কাজের জন্য দন্ডিত করা হয়েছে।” | Waleed foi julgado e condenado simplesmente por causa de seu trabalho como ativista de direitos” #Saudi |
23 | @ওয়ালিদআবুলখায়েরের স্ত্রী সামার বাদায়ি আমাকে বলেছেন, সৌদি আরবে তাকে যে দন্ড দেওয়া হয়েছে ওয়ালিদ সে আদালতের বৈধতা স্বীকার করে না। | Samar Badawi, mulher de @WaleedAbulkhair, me disse que Waleed não reconhece a legitimidade da corte que o sentenciou na #ArábiaSaudita |
24 | @ওয়ালিদআবুলখায়েরের স্ত্রী সামার বাদায়ি আমাকে বলেছেন, সৌদি আদালতে আজকের জারিকৃত এই রায়কে ওয়ালিদ মেনেও নিবেন না আবার এই রায়ের বিরুদ্ধে আপীলও করবেন না। | Samar Badawi, mulher de @WaleedAbulkhair, me disse que Waleed não aceita nem irá apelar o veredito publicado hoje pela Corte da #ArábiaSaudita |
25 | এই নতুন উন্নয়ন মানবাধিকার কর্মীদের উপর সৌদি আরবের চলমান কঠোর পদক্ষেপ এর একটি অংশ, যা এই বছরের শুরু থেকে ব্যাপকভাবে চালু হয়েছে। | Este novo acontecimento é parte do contínuo ataque da Arábia Saudita aos ativistas de direitos humanos que cresceu significativamente desde o ínicio deste ano. |