Sentence alignment for gv-ben-20150421-48360.xml (html) - gv-por-20150505-58338.xml (html)

#benpor
1অনলাইনে হুমকি পাবার পরে ইস্তাম্বুলের বাড়িতে ছুরিকাহত হলেন সিরিয়ান ব্লগার
2গত রাতে নিজ বাড়িতে ছুরিকাহত হওয়ার পর ইস্তাম্বুলের একটি হাসপাতালে চিকিৎসা নিলেন ব্লগার আসাদ হান্না।
3আসাদ হান্নার ফেসবুক পেজ থেকে ছবিটি নেয়া হয়েছে।Blogueiro sírio foi esfaqueado em Istambul após receber ameaças online
4সিরিয়ান ব্লগার, সাংবাদিক এবং গ্লোবাল ভয়েসেস-এর লেখক আসাদ হান্না গত রাতে তুরস্কের ইস্তাম্বুলের নিজ বাড়িতে ছুরিকাহত হয়েছেন।
5দুষ্কৃতকারী তার পেটে চারবার ছুরিকাঘাত করে। হান্না ফেসবুকে লিখেন:O blogueiro Asaad Hanna recebendo tratamento num hospital em Istambul após ser esfaqueado em sua casa na noite passada.
6গত রাতে আমি আমার বাড়িতে আক্রান্ত হয়েছিলাম।Crédito da foto: Página do Facebook da Asaad Hanna
7একজন অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি আমার পেটে চারবার ছুরি মেরেছে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে মাত্রই বাড়ি ফিরেছি।O blogueiro e jornalista sírio Assad Hanna, que também é autor do Global Voices, foi atacado e esfaqueado quatro vezes no estômago em sua casa, em Istambul, Turquia, na noite 20 de abril de 2015.
8আমি কারো বিরুদ্ধেই অভিযোগ করছি না।No Facebook, Hanna, que tem recebido várias ameaças online, relatou:
9তবে এও বলতে পারছি না যে আততায়ী কাকতালীয়ভাবে আমার দরজায় এসেছিল, আমাকে আঘাত করেছিল।Fui atacado em minha casa ontem à noite por uma pessoa desconhecida, que me esfaqueou no estômago quatro vezes.
10আমার বাড়ি থেকে কিছুই চুরি যায়নি।Fui tratado no hospital e tive alta.
11তাছাড়া এর আগে আমি বিভিন্ন জায়গা থেকে হুমকি পেয়েছিলাম। আমি এখন ভালো আছি।Eu não acuso ninguém, mas não posso dizer que foi uma coincidência como a pessoa bateu na porta, me atacou e não roubou nada da casa.
12পুলিশের কাছে অভিযোগ দাখিল করেছি।Tenho sido ameaçado por diferentes facções.
13হান্না হোমসের বাসিন্দা। মানবাধিকারকর্মী।O meu estado de saúde é bom e eu arquivei um relatório na polícia.
14সিরিয়ায় যুদ্ধ শুরু হলে সেখান থেকে তুরস্কে পালিয়ে আসেন। এখন ফ্রিল্যান্স সাংবাদিকতা করছেন।Hanna, de Homs, também é um defensor dos direitos humanos e está trabalhando como jornalista freelancer desde que fugiu do seu país devastado pela guerra.