Sentence alignment for gv-ben-20130521-36535.xml (html) - gv-por-20130603-43360.xml (html)

#benpor
1ইয়েমেন; শিক্ষার প্রতি মনোযোগIêmen: Foco na educação!
2ইয়েমেন হছে এমন এক দেশ যেখানে পুরুষ ও নারী [১৫ বছরের উর্ধ্বে] উভয়ের শিক্ষার হার প্রায় ৪০ শতাংশ, সেখানে দেশটির সুদৃঢ় উন্নয়নের জন্য নারী ও যুবাদের শিক্ষা প্রদান এবং তাদের ক্ষমতায়ন অতীব জরুরী।Por ser um país onde a taxa de analfabetismo de ambos os sexos (15 anos e acima) é de quase 40 por cento, a educação e o empoderamento das mulheres e dos jovens são duas necessidades imperiosas para qualquer desenvolvimento concreto no Iêmen.
3“ শিক্ষা হতে হবে অধিকার, কোন সুযোগ নয় ” একটিভিস্ট এবং গবেষক আতায়াফ আলওয়াজির এই নামে একটি ব্লগ পোস্ট লিখেছেন। যেখানে তিনি নারী শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করেছেন।Ativista e pesquisadora, Atiaf Alwazir escreveu no seu blogue um post intitulado Leitura deveria ser um direito e não um privilégio [en] destacando a importância da educação para as mulheres.
4ভদ্রমহিলা আহবান জানিয়েছেন:Ela pediu:
5সুদৃঢ় এক উন্নয়নের লক্ষ্যে আসুন আমরা সকলে একসাথে কাজ করি আর সরকারের কাছে স্বাক্ষরতা কর্মসূচি পুনরায় চালু করার দাবী করি, যা কিনা অতীতে চালু ছিল।Vamos trabalhar todos juntos para exigirmos mudanças concretas, e exigirmos do governo o retorno do programa de alfabetização implementado no passado.
6জাতীয় আলোচনায় (যা কিনা মার্চ ২০১৩ থেকে শুরু হবে এবং যা শেষ হবার নির্ধারিত তারিখ হচ্ছে ২০১৩-এর আগস্টের শেষে) রাজনীতিবিদেরা যেন শিক্ষা ও স্বাস্থ্য অধিকারের প্রতি সবচেয়ে গুরুত্ব প্রদান করে, তা যেন আমরা অবশ্যই নিশ্চিত করি।Também devemos tornar os direitos à educação e à saúde prioridades políticas na conferência de diálogo nacional (que começou em março e está programada para terminar em agosto de 2013).
7ইয়েমেনের সেই সমস্ত বালক বালিকা, যাদের এখন স্কুলে যাওয়ার বয়স।Meninos e meninas do Iêmen em idade escolar.
8ছবি আরওয়া অথমান।Foto por Arwa Othman
9জাতীয় আলোচনায়, একটিভিস্ট এবং রাইটস এন্ড ফ্রিডম একটিভিস্ট ওয়ার্কিং গ্রুপের চেয়ারপারসন আরওয়া ওথমান শিক্ষার গুরত্বের উপর জোর দেন, কিন্তু তিনি একই সাথে তার ফেসবুক পাতায় [আরবি ভাষায়] লেখা এক পোস্টে যোগ করেছেন:Ativista e presidente do Grupo de Trabalho de Direitos e Liberdades no Diálogo Nacional, Arwa Othman também salientou a importância da educação em um post na sua página no Facebook [ar] e acrescentou:
10মানবাধিকার সম্মেলনে-এ যেমনটা বিবৃতি প্রদান করা হয়েছে যে শিক্ষা শুধুমাত্র অধিকার নয়, আমরা ইয়েমেনের [ নতুন এই ইয়েমেনের] এই সনদে স্কুলের পাঠ্যসূচি অর্ন্তভুক্ত করব … আর সেগুলোকে মানবাধিকার সংস্কৃতি, সহনশীলতা, সহ অবস্থান, শান্তি, স্বাধীনতা, নাগরিকত্ব, সমানাধিকার, বৈষম্যহীনতা ,ভিন্নমতের স্বাধীনতা , ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি তুলে ধরার জন্য মৌলিক এক বিষয় হিসেবে অবশ্যই পাঠ করা হবে; যেমন- বর্ণ, লিঙ্গ, ধর্ম, ভাষা, রাজনৈতিক মতামত এবং নীতির উর্ধ্বে মানবকে শ্রদ্ধা করা। আমরা আশা করি এই জাতীয় সম্মেলনে আমরা এমন এক সংবিধান পাব যেখানে ভবিষ্যত প্রজন্মের অধিকারকে শ্রদ্ধা করা হবে।Não é apenas o direito à educação como afirmam as convenções de direitos humanos, mas também temos que incluir no currículo escolar da República do Iêmen (O Novo Iêmen) estas cartas… e elas devem ser ensinadas como uma matéria fundamental para a promoção de uma cultura de direitos humanos, tolerância, convivência, paz, liberdade, cidadania, igualdade, não discriminação, liberdade de diferença, liberdade de religião, etc.) ou seja, respeitando o ser humano independentemente de seu ou sua cor, sexo, religião, língua, opinião, princípios políticos etc. Esperamos sair desta Conferência Nacional de Diálogo com um texto constitucional que respeite o direito das gerações futuras.