# | ben | por |
---|
1 | সিরিয়া: বিপ্লব এবং অর্থনীতি | Síria: A Revolução e a Economia |
2 | এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Esta postagem faz parte da nossa cobertura especial sobre os Protestos na Síria em 2011 [en]. |
3 | এই শুক্রবার ছিল সিরিয়ার বিক্ষোভ শুরু হবার ১০০তম দিন। | Na última sexta-feira, 24 de junho de 2011, a Síria marcou o centésimo dia [en] desde o início do movimento de protestos no país. |
4 | এখন এখানে প্রতি শুক্রবার বিক্ষোভ করা প্রায় এক রীতিতে পরিণত হয়েছে। | Os protestos das sextas-feiras se tornaram quase um ritual. Mas existe um outro lado da estória. |
5 | এই ১০০ দিন ধরে দেশটির অর্থনীতি স্থবির হয়ে আছে। | Por 100 dias, a economia do país tem estado congelada. |
6 | কোন ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ড নেই এবং লক্ষণ দেখে মনে হচ্ছে না আগামী পর্যটন মৌসুম খুব একটা ভালো যাবে। | O comércio está quase paralizado, e a chegada da temporada turística não parece ter melhorado a situação. |
7 | এ ছাড়াও হাজার হাজার শঙ্কিত সিরীয় নাগরিক তাদের সঞ্চয় সিরীয় পাউন্ডকে হয় মার্কিন ডলার অথবা ইউরোতে রূপান্তরিত করে ফেলছে, যার ফলে সিরীয় পাউন্ডের উপর প্রচণ্ড চাপ পড়ছে। সিরীয় পাউন্ড। | Além disso, milhares de sírios, assustados com a condição econômica do país, têm trocado suas poupanças de libras sírias para dólares americanos ou euros, colocando uma enorme pressão sobre a libra síria. |
8 | ছবি ফ্লিকার ব্যবহারকারী শেলফিস (সিসি বাই-এনসি-এনডি ২. ০)। ঘটনাক্রমে এপ্রিল মাসের শুরুর ৪৮ ঘণ্টায় মধ্যে সিরীয় পাউন্ডের ১০ শতাংশ অবমূল্যায়ন ঘটে, এর ফলে এক শঙ্কা দেখা দিয়েছে যে তার আরো ব্যাপক অবমূল্যায়ন হতে যাচ্ছে। | De fato, por um período de 48 horas no início de abril, a libra perdeu quase 10 por cento de seu valor, o que provocou temores de um colapso iminente. |
9 | পতনের হুমকি? | Ameaça de colapso? |
10 | সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত দেশের মুদ্রাকে ভয়াবহ ভাবে অবমূল্যায়নের হাত থেকে সফল ভাবে রক্ষা করে যাচ্ছে। | O Banco Central da Síria tem sido bem sucedido até agora em manter a moeda fora do risco de uma perigosa desvalorização. |
11 | কিন্তু যখন মার্চে রাষ্ট্রপতি তার প্রথম ভাষণে কিছু নতুন পরিমাপক, যার মধ্যে ছিল বেতন বৃদ্ধি এবং রাষ্ট্রীয়ভাবে উত্তোলন করার তেলের উপর ভর্তুকির প্রদানের পরিমাণ বাড়িয়ে দেওয়া, এবং আয়ের উপর বিশেষ কোন কর না আরোপ করার কথা ঘোষণা করলেন, তখন অনেকে এই সম্ভাবনার কথা বিবেচনা করছে যে, দেশটি হয়ত দেউলিয়া হতে যাচ্ছে। | Mas, com as novas medidas anunciadas em março pelo presidente em seu primeiro discurso, como, por exemplo, o aumento dos salários e a elevação dos subsídios de petróleo do Estado, sem nenhum imposto significante sobre rendimentos, tem levado muitos a ponderar a possibilidade de o país ir à falência. |
12 | এমনকি বিরোধী নাগরিকদের অনেকে এই লক্ষ্যে কঠোর পরিশ্রম করছে। | Muitos na oposição estão de fato trabalhando duro para alcançar essa meta. |
13 | তাদের যুক্তি হচ্ছে অর্থনৈতিক পতন এই অঞ্চলের জন্য এক ভয়াবহ আঘাত হয়ে আসবে, এবং এর ফলে সকলে বিপক্ষে চলে যাবে। তবে অন্যরা এই ঘটনায় খুবই হতাশ। | O argumento deles é que uma crise econômica será um golpe fatal para o regime, e vai fazer com que todo mundo se volte contra ele. |
14 | সিরিয়ার ব্লগার নাফসাইলেন্স এ রকম এক যুক্তি প্রদান করেছে: | Outros, no entanto, são muito céticos em relação a esse cenário. |
15 | সত্যি কথা বলতে কি, আমি ঠিক জানি না, অর্থনৈতিক ভাবে ভেঙ্গে পড়ার ঘটনা, কি ভাবে বিরোধীদেরও সাহায্য করতে পারে। | O blogueiro sírio nuffsilence argumenta o seguinte [en]: Para ser honesto, eu não estou tão certo que um colapso econômico vai ajudar em nada. |
16 | যদি এই শাসক বিক্ষোভের মুখে টিকে থাকার মত শক্তিশালী হয়, তা হলে তা পরবর্তী আরেকটি সমস্যা তৈরি করবে। | Se o regime é forte o suficiente para sobreviver aos protestos, então ele pode também ultrapassar uma nova crise. |
17 | বাজারের অস্থিরতা এবং তার পতন, কোন শাসকের পতন নিশ্চিত করে না। | A queda do regime não é um resultado seguro que vai fazer o mercado se desintegrar e cair. |
18 | আমাদের ভুলে যাওয়া উচিত নয় মুগাবে এবং সাদ্দাম হোসেন উভয়ে এবং আরো অনেকে এই ধরনের ঘটনায় টিকে ছিল। | Não devemos esquecer que Mugabe e Saddam sobreviveram a isso e muito mais. |
19 | বিশেষত মুগাবে দেখিয়েছিল যে তার দেশের অর্থনৈতিক অবস্থা আর ঠিক করার মত জায়গায় না থাকা সত্ত্বে, তা তার ক্ষমতাকে আরো শক্তিশালী করার পথে কোন বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। | Mugabe, especialmente, passou por similiar experiência quando a economia de seu país parecia estar fora do alcance de ser reparada, e ainda assim, isso não causou muitos danos ao poder dele. |
20 | সিরিয়ার অর্থনীতিবিদ এবং অধ্যাপক জোশুয়া লিন্ডের সিরিয়া কমেন্ট-এর প্রায়শ অতিথি লেখক হয়ে আসা এহসানি সিরিয়ার অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আসা এই সব প্রশ্নের উত্তর প্রদান করেছে: | |
21 | অর্থনৈতিক দুরবস্থাকে ডেকে আনা এবং দেশের দেউলিয়া হয়ে যাওয়া বাস্তবে এক বিপদ কি ? এবং লিরার বিষয়ে যতদুর বলা যায়, দেশের বাইরে থেকে দেশের অর্থকে নিয়ন্ত্রণ করা যায় কি? | O economista da Síria, Ehsani, frequente convidado no blog do crítico sírio Prof. Joshua Landis , tentou responder a essas perguntas [en] sobre o futuro da economia síria: |
22 | সরকারে না থেকে কৌশলগত ভাবে লিরার উপর চাপ প্রয়োগ করা যায় কি? | É tecnicamente possível que outros governos de fora coloquem pressão sobre o Lira? |
23 | অর্থনীতির প্রধান চ্যালেঞ্জগুলোর বিষয়ে তিনি বলেন: | Sobre os principais desafios econômicos, ele diz: |
24 | সিরিয়ার অর্থনীতির সীমাব্ধতা দু'টি স্তরে বিদ্যমান: | O desafio econômico da Síria é duplo: |
25 | তবে কিছ কিছু ধারাভাষ্যকার এই সমস্যার ক্ষেত্রে আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। | Alguns dos comentaristas, porém, têm uma visão mais otimista da crise; Why Discuss diz, em resposta a Ehsani: |
26 | এহসানির লেখার প্রতি উত্তরে হোয়াই ডিসকাসসেইস লিখেছে: | Este é o melhor momento para comprar libras sírias! |
27 | শেয়ার কেনার এখনই সবচেয়ে ভালো সময়! | Eu vou fazer isso agora. |
28 | আমি এখনই তা করব। যখন ইউরোর ক্রমশ অবমূল্যায়ন ঘটছে তখন ব্যাংক এর জন্য ৯ শতাংশ প্রদান করবে। | Dá 9% no banco, enquanto que o Euro está erodindo. |
29 | এটা কেবল একটা ভাবনা। | Just a thought complementa: |
30 | পশ্চিমা দেশগুলোর বিপরীতে, সিরিয়া কখনোই নিজস্ব উপায়ের বাইরে জীবন ধারণ করেনি। | Ao contrário dos países ocidentais, a Síria nunca viveu acima das suas possibilidades. |
31 | এর ব্যতিক্রম হচ্ছে কিছু সিরীয় নাগরিক যারা পশ্চিমা রীতিতে চলে। | Exceto para alguns sírios ocidentalizados, geralmente os sírios são econômicos e eles não estão dentro do círculo vicioso do consumismo. |
32 | সাধারণত সিরীয় নাগরিক মিতব্যয়ী এবং ভোক্তা বাদের মত এক দুষ্টচক্রে আবদ্ধ নয়। | Os próximos anos na Síria não serão piores que na Grécia ou na Espanha e em Portugal, não acham? |
33 | আগামী বছরগুলোতে সিরিয়ার পরিস্থিতি গ্রিস অথবা স্পেন অথবা পর্তুগালের চেয়ে খারাপ হবে না। আপনি কি মনে করেন? | Esta postagem faz parte da nossa cobertura especial sobre os Protestos na Síria em 2011 [en]. |