Sentence alignment for gv-ben-20120325-23970.xml (html) - gv-por-20120320-28674.xml (html)

#benpor
1মিশর: শান্তিতে ঘুমাও পোপ তৃতীয় শেনুডাEgito: Descanse em Paz, Papa Shenouda III
2গতকাল (১৭ মার্চ ২০১২), মিশরের সূর্য বেদনার্ত এক বার্তা দিয়ে বিদায় নেয়- মিশরের কপ্টিক অর্থোডক্স চার্চের প্রধান পোপ তৃতীয় শেনুডা, দীর্ঘ সময় ধরে রোগের সাথে লড়াই করতে করতে অবশেষে ৮৯ বছর বয়সে পৃথিবী ত্যাগ করলেন।Em 17 de março, o sol se pôs no Egito com uma nota sombria - o Papa Shenouda III [en], chefe da Igreja Ortodoxa Copta do Egito, havia morrido após uma longa batalha de saúde, na idade de 89.
3এই সংবাদ ছড়িয়ে পড়ার পর পরই, এ্যাবেসিয়া ক্যাথিড্রাল নামক গির্জার সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়, পোপের প্রতি শোক এবং শ্রদ্ধা প্রদর্শন করার জন্য।
4(তাজা সংবাদ: এই পোস্টে এর আগে একটি ছবি প্রদান করে হয়েছিল যেটিকে ভুল ভাবে পোপ তৃতীয় শেনুডার মৃতদেহের ছবি বলে উল্লেখ করা হয়েছে।)Em seguida à triste notícia, milhares lotaram a Catedral de Abbaseya para prestar suas condolências e respeito.
5মৃত্যুর ঘোষণা করার পর পরই, পোপের রাজনৈতিক অবস্থান, যা কিনা ছিল সরকার-পন্থী/ এসসিএেফ-এর প্রতি, সে বিষয়ে দ্রুত পোস্ট আসতে শুরু করে।Logo após o anúncio da morte, mensagens se espalharam na Internet sobre a posição política do Papa e seu posicionamento pró-governo/SCAF.
6অনেকে বিশেষ করে মাসপেরোর গণহত্যার সময় তার অবস্থান নিয়ে মন্তব্য করে।Muitos comentaram particularmente sobre sua posição durante o massacre de Maspero [en].
7সেই সমস্ত নেটনাগরিকরা এই সমস্ত মন্তব্য এবং সমালোচনাকে নিন্দা জানাচ্ছে, যারা বলছে যে রাজনৈতিক অবস্থান সত্ত্বেও, তিনি ছিলেন এক আধ্যাত্মিক নেতা, যে নেতার মিশরে বাস করা লক্ষ লক্ষ কপ্ট খ্রিস্টানদের উপর এক শক্তিশালী প্রভাব ছিল।No entanto, tais comentários e críticas foram denunciados e desprezados por internautas que disseram que o Papa, independente de suas posições políticas, foi um líder espiritual que teve uma forte influência sobre as vidas de milhões de egípcios coptas.
8ওয়াএল ইস্কান্দার তার এক ব্লগ পোস্টে এই বিষয়ে মন্তব্য করেছেন। মৃত পোপের প্রতি যে আক্রমণ, তার জবাবে সে এই পোস্ট লিখেছে:Wael Eskander comentou no artigo de blog [en] que ele escrevera como resposta à calúnia contra o papa:
9পোপের রাজনৈতিক অবস্থানের কারণে বেশ কিছু একটিভিস্ট হয় টুইটার নয়ত ফেসবুকে তার প্রতি আক্রমণ শানিয়েছে।Numerosos ‘ativistas' que comentam no Twitter ou no Facebook estão a difamar o Papa com base em suas posições políticas.
10পোপকে নিন্দা জানিয়ে যে সমস্ত মন্তব্য সেগুলোর ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে, এগুলো অন্যের চেয়ে অসংবেদনশীল, যে সবের মাঝে তারা এক বিশাল উপেক্ষার বিষয় প্রতিফলিত করছে।O problema principal com os comentários condenando o Papa, além de serem insensíveis (pois isso eles são), é que eles refletem uma grande dose de ignorância.
11এটা খুব হতাশা জনক যে কিছু সংকীর্ণমনা মানুষ পোপ তৃতীয় শেনুডার বিষয়ে কেবল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করছে।É decepcionante ver algumas pessoas de mentalidade estreita o suficiente para reagir ao Papa Shenouda III só a partir de uma perspectiva política.
12তারা যে মন্তব্য করেছে তাতে তাদের অগভীর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হচ্ছে।Isso reflete uma visão muito superficial sobre o que significa sua morte.
13এরপর ওয়াএল ক্রামগত ব্যাখ্যা করেছে, কপ্টদের মাঝে পোপ শেনুডার গুরুত্ব এবং প্রভাবের বিষয়:Wael continua, a explicar o significado e a influência do Papa Shenouda entre os coptas:
14পোপ শেনুডের সমালোচনাকে ক্ষোভ বা অপছন্দ হিসেবে চিন্তা করা হবে ভুল।Seria um erro pensar que as críticas dos coptas ao papa Shenouda III significavam ressentimento ou antipatia.
15কপ্ট খ্রিস্টানদের মাঝে পোপ কোন বিতর্কিত চরিত্র নন, তিনি একজন সম্মানিত এবং শ্রদ্ধাশীল নেতা, যিনি অনেক ভালোবাসা অর্জন করেছে।Papa Shenouda não era uma figura controversa entre os coptas; ele era um líder reverenciado e respeitado que conquistou muito amor.
16চার্চের প্রধান হিসেবে তার ভূমিকায় সবাই দারুণ সন্তুষ্ট ছিল এবং তাকে বদলে যেতে হবে, এ রকম দাবী ছিল খুব সামান্য।Em seu papel como o líder da igreja, havia uma grande satisfação e pouco desejo de mudá-lo.
17তার কিছু কাজের সমালোচনার মানে হচ্ছে, ব্যক্তি হিসেবে এবং তার চিন্তাকে সম্পূর্ণ ভাবে প্রত্যাখ্যান করার বদলে, তার এই সমস্ত কাজের সংশোধনের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছিল।
18একই মনোভাব নিয়ে টুইটারে গামাল আসাদ (@ গামাল_আস৩দ) লিখেছে: গামাল_আস৩দ:পোপের রাজনৈতিক দর্শনের প্রতি আমরা যতই ভিন্ন মত প্রকাশ করি না কেন, তিনি আমাদের আধ্যাত্মিক নেতা হয়ে রইবেন এবং তিনি একজন মহান শিক্ষক।As críticas sobre algumas de suas ações desejavam captar a sua atenção a fim de corrigir o seu curso, ao invés de uma completa rejeição da sua pessoa e de suas idéias.
19যিনি আমাদের খ্রিস্টান ধর্মের মৌলিক বিষয়ে শিক্ষা প্রদান করেছেন।Ao longo das mesmas linhas, Gamal Asaad (@Gamal_As3d) escreveu no Twitter:
20পোপের মরদেহ এখন গির্জার ভেতরে পাপাল চেয়ারে রাখা হয়েছে, যাতে নাগরিকদের তাকে দেখার সুযোগ পায় এবং তার প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন করে, আর কবরস্থ করার আগে তিনদিন তাকে শেষ বিদায় জানানো যাবে।Não importa o quanto nós discordamos do Papa politicamente, ele continua sendo nosso líder espiritual, e o grande mestre que nos ensinou a essência do cristianismo
21অয়াদি এল নাতরুন নামক গির্জায় তাকে সমাহিত করা হবে। এটি হচ্ছে অন্যতম এক গির্জা, আনোয়ার আল সাদাতের সময় যেখানে তিনি নির্বাসিত হয়েছিলেন।O corpo do Papa foi colocado na cadeira papal no interior da Catedral para que as pessoas possam prestar seu respeito e dar adeus durante três dias até o enterro.
22ক্যাম্প ডেভিড নামক চুক্তির নিন্দা এবং ইজরায়েলী দখলদারিত্বের থাকা জেরুজালেম ভ্রমণের অনুরোধ প্রত্যাখ্যান করার সেই বিখ্যাত ঘটনার জন্য সাদাত তাকে এখানে নির্বাসনে পাঠিয়েছিল। অ্যাডাম মাকরি (@অ্যাডামমাকরি) বিষয়টিকে এক পরিহাস হিসেবে দেখছেন:O desejo do Papa Shenouda era ser enterrado no Mosteiro Wadi El Natrun, um dos mosteiros onde ele foi exilado durante a era do presidente Anwar Al Sadat por condenar o Acordo de Camp David e por sua recusa infame de uma visita a Jerusalém sob ocupação israelense.
23@অ্যাডামমাকরি: কৌতূহল জনক বিষয় হচ্ছে যে পোপ শেনুডা, নিজের সমাহিত হবার স্থান এমন এক জায়গায় বেছে নিয়েছেন যেখানে তিনি আনোয়ার সাদাতের সরকারের সময় চার বছর গৃহবন্দি হিসেবে বাস করছেন, সেই পিসই নামক গির্জায়।Adam Makary (@adamakary) acha irônico: Interessante que #PopeShenouda escolheu ser enterrado no mesmo lugar onde viveu em prisão domiciliar na era Sadat por quase 4 anos, no mosteiro Pishoi
24পোপ তৃতীয় শেনুডার অন্তেষ্টিক্রিয়া মঙ্গলবারে অনুষ্ঠিত হবে।O funeral do Papa Shenouda III foi marcado para a terça-feira, 20 de março.
25নতুন পোপ নির্বাচনের আগে পর্যন্ত মেট্রোপলিটন বাকহোমোউয়াস অস্থায়ী ভাবে পোপের দায়িত্ব পালন করবে।Enquanto isso, Bakhomious Metropolitano servirá temporariamente como papa até nova eleição.
26বাসেম সাবরি (@বাসেম_সাবরি) বিষয়টি পরিষ্কার করছেন:Bassem Sabry (@Bassem_Sabry) esclarece:
27@বাসেম_সাবরি:: মৃত পোপ #শেনুডার স্থলে মেট্রোপলিটন বাকহোমোউয়াস দুই মাস কাজ করবেন, আর তার সময়কাল শেষে, এক নতুন #কপ্টিক পোপ নির্বাচন করা হবে।Bakhomious Metropolitano servirá no lugar do falecido Papa #Shenouda por dois meses, quando um novo Papa #copta será eleito.