Sentence alignment for gv-ben-20080910-1204.xml (html) - gv-por-20080904-1279.xml (html)

#benpor
1তাইওয়ান: উড়ন্ত সসার বাড়ীগুলো ভেঙ্গে ফেলা হবেTaiwan: As “casas disco-voador” serão derrubadas
2ছবি: আভান্তের সৌজন্যেFoto cortesia de avant.
3আভান্ত রিপোর্ট করছেন যে তাইওয়ানের তাইপের জনপ্রিয় উড়ন্ত সসার বাড়ীগুলো ভেঙ্গে ফেলা হবে।avant [Zh] avisou que há planos para a demolição das famosas casas disco-voador do Condado de Taipei, em Taiwan:
4তাইপে কাউন্টির সানচিহ অঞ্চলের উড়ন্ত সসার বাড়ীগুলোতে প্রায় ত্রিশ বছর ধরে কেউ বাস করে না।“As casas disco-voador em Sanchih (Condado de Taipei) estão abandonadas há mais de 30 anos.
5সংবাদপত্রে দুমাস আগে তাদের নিয়ে লেখা হয়েছিল।Elas apareceram no jornal a dois meses atrás.
6সেখানে রিপোর্ট করা হয়েছিল যে এই পরিত্যক্ত বাড়ীগুলোর মালিক এবং ঋণদাতা ব্যান্কগুলোর মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে।Foi reportado que o dono destas casas abandonadas e o banco credor haviam firmado um novo acordo.
7তাইপে স্থানীয় সরকার এই উড়ন্ত সসার বাড়ীগুলো ভেঙ্গে ফেলে এখানে নতুন রিসোর্ট এবং কাছাকাছি সৈকতের সাথে যুক্ত করে সৈকতের পাশের বিনোদন পার্ক বানাবে।O governo do Condado de Taipei irá derrubar estas casas disco-voador para construir novas habitações de veraneio para um parque recreativo à beira da praia, ao longo da praia vizinha.”
8লিন হচ্ছে তেমন কিছু লোকের মধ্যে একজন যারা এই কৌতহলউদ্দীপক এবং আলাদা এই বাড়ীগুলো নিয়ে অভিভূত:Lynn [En] foi uma das pessoas que ficaram encantadas por estas casas tão interessantes e especiais.
9এটা খুবই সুন্দর।“Isso é maravilhoso.
10আমি এর ছবি দেখে যারপরনাই আনন্দিত।Eu estou chocada por ver esta imagem.
11প্রথমত: আমার কাছে এর স্থাপত্যশৈলী ভাল লাগে কারন এগুলো অন্য কোন বাড়ীর মত নয়।Primeiro, eu simplesmente amo a arquitetura por sua completa diferença.
12আমার মনে হয় তোমরা আমাকে ক্ষমা করবে এই উক্তির জন্যে, কিন্তু আমি ছেলেবেলায় বড় হয়েছি অস্ট্রেলিয়ায়, আমি জেটসন্স নামের একটি আমেরিকান কার্টুন দেখে বড় হয়েছি।Eu espero que me vocês me perdoem por dizer isso, mas quando eu era criança, crescendo na Austrália, eu costumava assistir a um desenho americano chamado Os Jetsons.
13সেটি ভবিষ্যৎ কাল নিয়ে কল্পনাপ্রবণ একটি কার্টুন ছিল এবং এই বিল্ডিংগুলো ১৯৬০ এর দশকে আমরা একবিংশ শতাব্দী সম্পর্কে কি ধারণা রাখতাম তার কথাই মনে করায়।Era extremamente futurista e estes prédios realmente me lembram dele; daquilo que nós podíamos ter pensado nos anos 60 que seria viver no século 21.
14দ্বিতীয়ত: এই ছবিটি খুবই অপূর্ব।Além disso, é uma imagem absolutamente bela.
15এর রংগুলো খুবই মসৃন এবং যেন একটি শক্তি বহন করে।As cores são delicadas, mas tem uma certa força.
16এর প্রতিচ্ছবি রঙের এক দ্যোতনা সৃষ্টি করে।O reflexo ajuda a fortalecer a palheta [de cores].
17আমি বিশ্বাস করতে পারছিনা কেন এগুলোকে ফেলে রাখা হয়েছিল।Eu simplesmente não posso acreditar que isso tenha sido abandonado.
18আমি আশা করব যে এদেরকে বাঁচিয়ে রাখা হবে।Eu realmente espero que seja preservado.”
19এই উড়ন্ত সসার বাড়ীগুলো এতই আলাদা যে আভান্ত প্রস্তাব করেছেন যে এদের জাতীয় ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করা হোক।Uma vez que as casas disco-voador são tão especiais, avant [Zh] propôs que deveríamos preservá-las como um monumento histórico nacional.
20এটি খুবই দু্র্ভাগ্যজনক যে আমরা এই বাড়ী ভেঙ্গে ফেলতে চাচ্ছি।“Será uma pena se nós derrubarmos estas casas.
21আমি মনে করি যে সংস্কৃতি বিষয়ক কাউন্সিল এই বাড়ীগুলোকে জাতীয় ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করবে।Eu penso que o Conselho para Assuntos de Cultura deveria preservar estas casas como um monumento histórico nacional.
22চিয়াং কাই শেক সৃতিস্তম্ভের মত এই ফ্লাইং সসার বাড়ীগুলো ১৯৭০ এর দশকে বানানো হয়েছিল.. এগুলো অসাধারণ স্থাপত্যশেলী।Estas casas disco-voador, assim como o Memorial Chiang-Kai-Shek, foram construídas na década de 70… E tem uma arquitetura muito especial.
23আমরা এখন দেখতে পাচ্ছি যে তখনকার স্থাপত্যশিল্পীরা গতানুগতিক প্রাসাদের মত বাড়ীর ধারণা থেকে কি ভাবে সরে গিয়েছিল।Nós podemos observar como os arquitetos tentaram se libertar dos prédios aparentando palácios que eram a tendência no momento.
24অন্য দিকে ১৯৭০ এর শেষের দিকে তাইওয়ান তেলের সংকট থেকে মাত্র পরিত্রাণ পেয়েছে এবং অর্থনৈতিক সমৃদ্ধির মুখ দেখেছে।Por outro lado, no final dos anos 70 Taiwan havia acabado de vencer o desafio da crise do petróleo e estava abraçando o crescimento econômico.
25তাউওয়ানের পরিবারের আয় তখন বেড়েছিল এবং জীবনযাত্রার মান উন্নীত হয়েছিল।Os taiwaneses finalmente tinham uma renda maior e uma melhor qualidade de vida.
26রিসোর্ট হিসেবে এই উড়ন্ত সসার বাড়ীগুলো নির্মাণ প্রমান করে যে তাদের হাতে পর্যাপ্ত টাকা ছিল উন্নত দেশগুলোর মত নতুন ধরনের কিছু করে দেখাবার।A presença das casas disco-voador como casas de veraneio mostra que as pessoas naqueles dias tinham algum dinheiro para gastar em novas e requintadas atividades, assim como o resto das pessoas em países desenvolvidos.
27এই বাড়ীগুলোর মাধ্যমে আমরা ৩০ বছর আগের লোকদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা করতে পারি।Como resultado, através destas casas disco-voador, nós podemos aprender como as pessoas viviam a 30 anos atrás.”
28আপনারা যদি আগ্রহী হন তাহলে এই উড়ন্ত সসার বাড়ীগুলো সম্পর্কে মার্তা মিচালস্কা এবং ফাবিয়ান সোভিন্সকির স্থাপত্যশেলীর বর্ণনা পড়ে দেখতে পারেন।Caso haja interesse, Marta Michalowska e Fabian Sowiński [En] providenciaram algumas informações sobre a arquitetura das casas disco-voador.