Sentence alignment for gv-ben-20121120-33068.xml (html) - gv-por-20121219-37067.xml (html)

#benpor
1গাজায় সামরিক অভিযানের বিরুদ্ধে ইজরায়েলীদের বিক্ষোভIsraelenses protestam contra a ocupação militar em Gaza
2গতকাল তেল আবিবের হাবিমা স্কোয়ারে একটি ফেসবুক গোষ্ঠী শত শত ইজরায়েলীকে একসঙ্গে সংগঠিত করেছিল।No dia 17 de novembro de 2012, um grupo do Facebook [he] organizou uma manifestação que contou com centenas de israelenses na praça Habima, em Tel Aviv.
3গোষ্ঠীটি জনগণকে আহবান জানায় “নির্বাচনের যুদ্ধ প্রত্যাখ্যান কর! রাজনৈতিক চাতূরীর নামে মরতে বা মারতে চাই না।”O grupo conclama as pessoas a rejeitarem a guerra eleitoral e a se recusarem a viver ou morrer em nome de uma propaganda política.
4১৪ই নভেম্বর তারিখে ইজরায়েলী ড্রোনগুলো গাজা ভূ-খণ্ডে হামাস সামরিক নেতা আহমেদ আল-জাবারীকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যা করার পর থেকে হামাস এবং ইজরায়েলের মধ্যে সর্বশেষ গোলাগুলি বিনিময় শুরু হয়।Os últimos bombardeios entre o Hamas e Israel começaram no dia 14 de novembro, quando aeronaves isreaelenses atacaram e mataram o líder militar do Hamas, Ahmed Al-Jabari, no enclave de Gaza.
5নিচের ১০-সেকেন্ডের ভিডিওটি যুদ্ধবিরোধী বিক্ষোভের অংশবিশেষ দেখাচ্ছে:O seguinte vídeo de 10 segundos mostra parte do protesto contra a operação militar:
6রনি মোর বিক্ষোভটির একটি ছবি টুইটারে পোস্ট করেছেন:Roni More postou no Twitter uma fotografia do protesto:
7তেল আবিবে একটি যুদ্ধবিরোধী বিক্ষোভের সময় বহণ করা একটি প্ল্যাকার্ডে লেখা রয়েছে: আমি ঘৃণা করবো না।“Eu não vou odiar”, lê-se num cartaz carregado durante o protesto em Tel Aviv contra a operação militar.
8টুইটারে ছবিটি ভাগাভাগি করেছেন @রনিমোর১Fotografia compartilhada por @RoniMore1 no Twitter
9এখানে আরো ছবি পাওয়া যাবে।Mais fotos podem ser encontradas aqui.
10অনেকেই এই অভিযানের পিছনের রাজনীতির সমালোচনা করছেন।Muitos têm criticado a política por trás dessa operação.
11জনপ্রিয়ভাবে ভাগাভাগি করা একটি ফেসবুক পোস্টে লিওর বাকালু লিখেছেন:Numa postagem compartilhada por muitos no Facebook, Lior Bakalu escreve [he]:
12চার বছর অথচ তারা কিছুই করেনি, এবং হঠাৎই তাদের মনে পড়েছে।Quatro anos e eles não fizeram nada, e de repente eles lembraram.
13আমার হৃদয় দক্ষিণের এবং গাজা্র নাগরিকদের দুর্দশা-দুর্বিপাকের সঙ্গে, যাকে ইজরায়েলী সরকার তাদের নির্বাচনের প্রচারাভিযানে পরিণত করেছে।Meu coração está com os cidadãos do sul e os cidadãos de Gaza, cuja miséria o governo israelense transformou em sua campanha eleitoral.
14তিনি গত ১৫ বছরে বিভিন্ন সামরিক অভিযান এবং নির্বাচনের সঙ্গে সঙ্গতি রেখে এগুলোর সময় প্রদর্শন করা একটি চিত্র যোগ করেছেন। নিচে সেটা অনুদিত হয়েছে:Ele inclui um esboço das operações militares dos últimos 15 anos e de sua relação temporal com as eleições.
15অপারেশন নামTraduzido abaixo [en]:
16অভিযানের তারিখ নির্বাচনের তারিখAlaa Younis critica a política por trás da guerra:
17আল'আ ইউনিস যুদ্ধের পিছনের রাজনীতির সমালোচনা করেছেন: হামাস ইসলামের নামে যা করছে, বিবি (নেতানিয়াহু) নির্বাচনের কারণ তা করছে।O que o Hamas está fazendo em nome do Islã, Bibi está fazendo por causa das eleições.
18দুটোই মিথ্যাবাদী।Os dois são mentirosos.
19তাদের কেউই বেসামরিক জনগণের তোয়াক্কা করে না।Nenhum deles está preocupado com os civis.
20এবং তাদের কেউই আমার প্রতিনিধিত্ব করে না।E nenhum deles me representa.
21একজন দন্ত্যচিকিৎসক হিসেবে আমি আপনাকে বলি: দুটোকেই উপড়ানো দরকার।Como um dentista eu vos digo: ambos precisam ser extraídos.
22আজ জোসেফ ডানা কঠিনভাবে মিসাইল আক্রান্ত শহর এশকেলন থেকে রিপোর্ট করেছেন।Joseph Dana está fazendo a cobertura hoje de Ashkelon, uma cidade que foi seriamente atingida por mísseis.
23তিনি একটি স্থল অভিযানের সম্ভাবনা সম্পর্কে একটি প্রতিক্রিয়া টুইট করেছেন::Ele publicou no Twitter uma reação à possibilidade de operações em terra [en]:
24@ইবনেজরা: বিমান আওক্রমণের সাইরেনের সময় এশকেলনের যে জনগণের সঙ্গে আমি কথা বলেছি তারা কোন স্থল আক্রমণ চায় না কারণ এটা ইজরায়েলের বৈধতার ক্ষতি করবেAs pessoas com quem estou falando em Ashkelon em meio a sirenes dizem-me que não querem uma invasão por terra porque isso abalaria a legitimidade de Israel
25ইজরায়েলীদের মধ্যে কিছু কিছু বিরোধিতা থাকলেও এসব মতামত এবং বিক্ষোভ খুব কমই মূলধারার মিডিয়ায় উঠে আসে।Enquanto há alguma oposição entre os israelenses, essas opiniões e protestos são raramente destacados pela grande mídia.
26এলিজাবেথ ৎসু্রকভ নিচের টুইটটি পোস্ট করেছেন:Elizabeth Tsurkov postou o seguinte tweet [en]:
27@এলইজরায়েল: ইজরায়েলী পত্রিকাগুলো ফিলিস্তিনী হতাহত সম্পর্কে রিপোর্ট এড়িয়ে যায় এবং কিছু কিছু ইজরায়েলী অভিযানের বিরুদ্ধে সেই সত্যতা সম্পর্কে রিপোর্ট করে না।Jornais israelenses evitam publicar sobre baixas palestinas e também não publicam sobre o fato de que alguns israelenses se opõem a esta operação.
28তিনি আরো বলেছেন:Ela continua [en]:
29@এলইজরায়েল: আপনারা যদি শুধু ইজরায়েলীদের কস্টের এবং সন্ত্রাসীদের সফল হত্যা অভিযানের খবর পেয়ে থাকেন, তাহলে আপনারা কেন এই অভিযানের বিরোধিতা করেন?Se você só recebe notícias sobre o sofrimentos dos israelenses e o assassinato bem sucedido de terroristas, por que você se oporia a esta operação?