Sentence alignment for gv-ben-20100220-9666.xml (html) - gv-por-20100220-6386.xml (html)

#benpor
1চীন: অপেশাদার নির্মাতার এক সংক্ষিপ্ত চলচ্চিত্র চীনের ইন্টারনেট সেন্সরশিপকে ব্যঙ্গ করছে
2চীনের বিখ্যাত অপেশাদার চলচ্চিত্র নির্মাতা হু গে।China: Curta Amador Satiriza a Censura
3তিনি সম্প্রতি চীনের ইন্টারনেট সেন্সরশিপ নিয়ে একটি ব্যঙ্গাত্মক চলচ্চিত্র নির্মাণ করেছেন।O famoso cineasta amador, Hu Ge [en], produziu na internet uma nova sátira sobre a censura na China.
4সাত মিনিটের এই চলচ্চিত্রটির নাম, “প্রাণী জগৎ: গৃহপালিত প্রাণীর-বাসগৃহ”। এটি প্রাণী জগৎ ধরনের এক তথ্যচিত্রের মত চলচ্চিত্র।O vídeo de 7 minutos intitulado “Mundo Selvagem: o ‘animal-caseiro'” [zh], segue a linha de um documentário sobre o planeta animal.
5কয়েকদিনে এই চলচ্চিত্র শত শত হাজার হাজার দর্শককে আকৃষ্ট করেছে।Em apenas poucos dias na rede, atraiu um grande número de visitantes.
6এই চলচ্চিত্রটি সেই সমস্ত দর্শকদের জন্য যাদের তথাকথিত ‘গৃহপালিত প্রাণী' হিসেবে বিবেচনা করা হয়', আসলে যারা চীনের এক কোটি নেট নাগরিক।O vídeo apresenta para o público os “animais caseiros”, que, na verdade, representam as dezenas de milhões de internautas da China.
7গৃহপালিত প্রাণী ভাল্লুকের সাথে মানুষের মিল রয়েছে, যার বড় বড় চোখ ও কান মানুষের মত দেখতে।Os “animais caseiros” lembram bastante os humanos com grandes olhos e orelhas.
8তাদের অনন্য জীবনযাত্রা এমনকি আজও মানুষকে মুগ্ধ করে।Seu estilo de vida único fascina a muitos até hoje.
9বাহ্যিকভাবে তারা আলাদা আলাদা ভাবে দৃশ্যমান হয় এবং একে অন্যের সাথে কোন ধরনের যোগাযোগ করে না।De início eles aparecem separados e não se comunicam entre eles.
10তবে তারা একে অন্যের সাথে কিছু একটার মাধ্যমে যোগাযোগ বজায় রাখে, যাকে বলা হচ্ছে ইন্টারনেট।Mesmo assim, eles mantêm contato através de algo chamado internet.
11অন্য প্রাণীর ক্ষেত্রে, ইন্টারনেট এক গভীর এবং তলাহীন এক এলাকা বলে বিবেচিত হয়, যা সকল ধরনের বিপদে পরিপূর্ণ।Para as outras espécies, a internet parece um local impenetrável, cheio de todo tipo de perigo.
12এই গ্রহে রহস্যপূর্ণ ইন্টারনেটের চেয়ে আর কোন কিছুই ভয়ংকর ও প্রাণঘাতী নয়।Neste planeta, nada é mais assustador e letal do que a misteriosa internet.
13তবে গৃহপালিত প্রাণীর জন্য ইন্টারনেট যেন স্বর্গ।Mesmo assim, para os “animais caseiros”, a internet parece o paraíso.
14এই চলচ্চিত্র ইন্টারনেটের বিভিন্ন সাধারণ ব্যবহারের দৃশ্য অঙ্কন করা হয়েছে।O filme retrata vários padrões do uso da internet.
15যেমন, এই চলচ্চিত্রে আমরা এক ‘গৃহপালিত মহিলা প্রাণীকে' দেখতে পাই, যিনি খুব সাধারণভাবে সারাদিন তার কম্পিউটার ব্যবহার করে ব্যাক্তিগত পোশাক ব্যবসা পরিচালনা করে; এক পুরুষ ক্যামেরার সামনে শরীরের পেশী দেখিয়ে তার সম্ভাব্য প্রেমিকার সাথে ফষ্টিনষ্টি করে, এদিকে এক নগ্ন পুরুষ ইন্টারনেটে ঘুরে বেড়ানোর সময় কম্বলের মধ্যে নিজেকে জড়িয়ে রাখে।Por exemplo, vemos a espécie feminina do “animal caseiro”, que dirige uma empresa têxtil privada somente usando seu computador todos os dias; um macho flertando com sua amante em potencial mostrando seus músculos pela câmera do computador, enquanto em outro lugar, um outro macho nu, surfa na internet debaixo das cobertas.
16এই চলচ্চিত্রে, মানবকে পিতার মত শাসক চরিত্র হিসেবে দেখান হয়েছে, যারা গৃহপালিত প্রজাতিগুলোর জন্য ইন্টারনেটে অস্বাস্থ্যকর উপাদান দুর করে তাদের রক্ষা করে।No filme, os “seres humanos” são retratados como figuras paternalistas que protegem com amor as “espécies caseiras”, eliminando material insalubre da internet.
17কোন এক সময় ইন্টারনেটে পর্নোগ্রাফি বা অশ্লীল ও অন্যান্য অস্বাস্থ্যকর তথ্যে ভরে গিয়েছিল, যা এইসব গৃহপালিত প্রাণীর শরীর এবং মনের ক্ষতি করছিল।Há muito tempo atrás, houve uma enchente de pornografia e informação insalubre na internet, causando danos às mentes e corpos dos “animais caseiros”.
18কিন্তু এখন তারা মানব প্রজাতির কাছ থেকে সমন্বিত এবং সার্বজনীন যত্ন ও নিরাপত্তা লাভ করছে।Mas agora eles receberam dos “seres humanos” cuidados e proteção universal.
19এই যত্ন ও নিরাপত্তার বিষয়টি প্রদর্শিত হয় তখন, যখন একটি গৃহপালিত পুরুষ প্রাণীর প্রায় কেঁদে ফেলার উপক্রম হয়, যখন তার উপভোগ্য চলচ্চিত্রের সংঘর্ষ পূর্ণ দৃশ্য বাধাগ্রস্ত হয়, যা হিরো নামের ছবি থেকে নেওয়া হয়েছিল, সে সময় পুরো পর্দা জুড়ে একটা সতর্ক বার্তা এসে হাজির হয়।Uma forma de “cuidado e proteção” surge no momento em que um “animal caseiro macho”, a ponto de cair aos prantos, quando seu divertimento ao assistir uma cena violenta inesperada do filme Hero é interrompido e ele recebe uma mensagem de alerta de tela cheia.
20হান হান এক প্রচণ্ড জনপ্রিয় ব্লগার যে কর্তৃপক্ষের উপর করা বিভিন্ন রসালো মন্তব্যের কারণে বিখ্যাত।
21তিনি এই চলচ্চিত্রে পুরুষ গৃহপালিত প্রাণীর ভূমিকায় অভিনয় করেছেন, যে প্রাণীটি ‘মাথায় খালি চিন্তায় কাজ করে' (কমপালসিভ থিঙ্কিং ডিসঅর্ডার) এমন অসুখে আক্রান্ত।Han Han [en], um blogueiro bastante popular, famoso por suas críticas às autoridades, participa do filme como um “animal caseiro macho” aflito e com “Distúrbio de Pensamento Compulsivo”.
22চিন্তা মাথায় যন্ত্রণা দেয় (কমপালসিভ থিঙ্কিং ডিসঅর্ডার) এমন এক অসুখ যা গৃহপালিত প্রাণীদের মধ্যে দেখা যায়।O Distúrbio de Pensamento Compulsivo é um distúrbio frequentemente encontrado entre os “animais caseiros”.
23যেমন, এই পুরুষ (হান) সারাদিন প্রচুর প্রশ্ন নিয়ে চিন্তা করে।Por exemplo, o macho (Han) gasta muito tempo pensando sobre muitas questões todos os dias.
24কমপালসিভ থিঙ্কিং ডিসঅর্ডার বা চিন্তা করার মত অসুখ কেবল সবকিছুকে বেশ দুর্বলই করে দেয় না, একই সাথে তা প্রচণ্ড ছোঁয়াচে।Este distúrbio não só deixa o ser muito debilitado, mas é também altamente contagioso.
25এর ফলে, এই সমস্ত সুন্দর ছোট্ট প্রাণীদের এই রোগের হাত থেকে রক্ষা করার মানব জাতি জন্য সম্ভাব্য সকল উপায় প্রয়োগ করে।Por esta razão, os “seres humanos” tomaram toda e qualquer medida para proteger estes animais adoráveis deste distúrbio.
26এই চলচ্চিত্রে, আমরা দেখতে পাচ্ছি হান কেবল একটি ব্লগ লেখে শেষ করছে, কিন্তু তা “পর্যবেক্ষণের অধীনে রয়েছে” নামক অবস্থায় আটকে থাকে। কম্পিউটার নষ্ট না হওয়া পর্যন্ত এই অবস্থাই চলতে থাকে।No filme, vemos que Han acaba escrevendo um blog, mas fica eternamente preso na fase de “revisão”, até que seu computador finalmente quebra.
27অন্য যে সমস্ত গৃহপালিত পুরুষ রয়েছে, তাদের অবস্থা আরো খারাপ।Com um outro “homem caseiro” acontece algo pior.
28আরেকজন একটা প্রবন্ধ লেখা শেষ করার সময়, সাধারণ পোশাকের একদল পুলিশ জোর করে তার কক্ষে প্রবেশ করে এবং তাকে উঠিয়ে নিয়ে যায়।Depois de terminar um artigo, um grupo de policiais à paisana entra no seu quarto e o leva embora.
29দি হোম-লিভিং এনিমেলের সাথে আরেক অপেশাদার পরিচালকের তৈরি করা এক চলচ্চিত্রের মিল রয়েছে। সম্প্রতি দা ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট গেমের উপর যে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে, দা ওয়ার অফ ইন্টারনেট অ্যাডিকশন নামক চলচ্চিত্রটি এই ঘটনাটিকে ছুঁয়ে গেছে।O curta “Animais Caseiros” é parecido com outro filme amador, “A Guerra do Vício em Internet” [en], que fala sobre a recente proibição do jogo online World of Warcraft.
30তবে অনেক লোকের কাছে এটি সাধারণ নিয়ন্ত্রণ প্রচেষ্টার এক শক্তিশালী সমালোচনা এবং এটি অন্তত লক্ষ লক্ষ দর্শকের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।Mas para muitas pessoas, isto é visto como uma poderosa crítica sobre o controle em geral e tem atraído algumas milhões de exibições.
31এখন পর্যন্ত এই দুটি চলচ্চিত্র কৌতূহলজনকভাবে ইন্টারনেট সেন্সরশিপের (নিষেধাজ্ঞার) হাত থেকে বেঁচে রয়েছে।Até agora, estes dois filmes têm curiosamente sobrevivido à censura na Internet.