Sentence alignment for gv-ben-20080929-1259.xml (html) - gv-por-20080923-1340.xml (html)

#benpor
1ইরান: আবেগী শিল্পী রাসুলোভ স্মরণেIrã: Relembrando Rasoulov, um Artista Apaixonado
2এ বছর আগস্ট মাসের শেষে ইরানগামী বোয়িং ৭৩৭ বিমানটি দুর্ঘটনায় ভেঙে পড়ায় প্রাণ হারান ৬৮ জন যাত্রী। এই দুর্ঘটনার শিকার হলেন ইরানের নবীন শিল্পী মহসীন রাসুলোভ-ও।Mohsen Rasoulov, um apaixonado fotógrafo, artista, cartunista e fotoblogueiro iraniano, foi um dos 68 passageiros que perderam suas vidas quando o Boeing 737 no qual viajavam para o Irã caiu [En] no final de agosto deste ano.
3রাসুলোভ নেশায় ছিলেন আদ্যন্ত আলোকচিত্রী, শিল্পী, কার্টুনিস্ট এবং ছবি-ব্লগার। খবরে প্রকাশ, বিমানটিতে ৯০ জন যাত্রী ছিলেন।De acordo como site de notícias, a aeronave que levava 90 pessoas caiu nas redondezas do aeroporto de Bishkek, capital do Quirguistão, no dia 24 de agosto.
4গত ২৪ আগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেক বিমানপোতের অদূরেই বিমানটি দুর্ঘটনায় পড়ে।
5বহু ইরানী ব্লগার, ছবি ব্লগার, এবং শিল্পীরা তাঁদের ব্লগে এবং সাইটে চব্বিশ বছর বয়সী এই প্রতিভাবান আলোকচিত্রীকে স্মরণ করেছেন।Vários blogueiros, fotoblogueiros e artistas iranianos relembram deste artista de 24 anos, que também era um talentoso fotógrafo, em seus sites e blogues.
6ইরানী ছবি-ব্লগার এবং রাসুলোভের বন্ধু কসুফকে অনেক ধন্যবাদ - তার সহায়তায় আমরা এখানে রাসুলোভের কিছু সৃষ্টি উপস্থাপন করছি।Graças a Kosoof [Fa], um fotoblogueiro iraniano e amigo de Rasoulov, nós apresentamos aqui alguns de seus trabalhos, que vão de fotografias a graffiti, da vida urbana às criações pessoais.
7তাঁর ছবির তিনটি শ্রেণী এখানে প্রকাশ করা হল, শিলাচিত্র, শহর-জীবন এবং ব্যক্তিগত সৃজন।Você pode explorar muitas das fotos de Rasoulov em seu fotoblog, Moosville [En].
8আপনারা রাসুলোভের বেশিরভাগ ছবিই দেখতে পারেন তাঁর নিজস্ব ছবি-ব্লগ ‘মুজভিল‘-এ।A última foto foi publicada cinco dias antes do acidente.
9বিমান দুর্ঘটনার মাত্র পাঁচ দিন আগে শেষ ছবিটি আপলোড করা হয়েছে।Mohsen Rasoulov tirou muitas fotografias da vida urbana, como esta:
10শহর জীবনের অনেক ছবিই রাসুলোভ তুলেছেন, তার মধ্যে একটি…Ou esta, onde um encontro natural nos surpreende:
11অথবা এইটি দেখুন, এই ছবিতে বিরুপ প্রকৃতির সামনা সামনি হবার সাহস আমাদের বিস্মিত করে…Rasoulov era também um amante do graffiti, e bem conhecido por suas criações:
12শিলাচিত্র (গ্রাফিটি) রাসুলোভের অন্যতম পছন্দের বিষয় ছিল, এবং তাঁর সৃষ্টি তাঁকে খ্যাতিমান করেছে…
13রাসুলোভের আরো শিলাচিত্র দেখা যাবে এইখানে…Mais do trabalho de Rasoulov em graffiti pode ser visto aqui [Fa].