Sentence alignment for gv-ben-20100615-11294.xml (html) - gv-por-20100606-8856.xml (html)

#benpor
1র‍্যাচেল কোরি জাহাজের মিশনের মাধ্যমে ‘অমর’ হয়েছেনGlobal: Rachel Corrie “Imortalizada” Com a Missão do Navio
2র‍্যাচেল কোরি এক তরুণ আমেরিকান শান্তিকর্মী ছিলেন যিনি ২০০৩ সালে আন্তর্জাতিক সংহতি মুভমেন্টের সাথে কাজ করার সময়ে গাজাতে নিহত হন।Rachel Corrie era uma jovem ativista da paz americana que foi assassinada em 2003 em Gaza, enquanto trabalhava com o Movimento de Solidariedade Internacional.
3কোরি যখন একটা ফিলিস্তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ওটাকে ইজরায়েলি বাহিনীর ভেঙ্গে ফেলা থেকে রক্ষার জন্য, তার উপর দিয়ে ইজরায়েলি সামরিক বাহিনীর বুলডোজার চালিয়ে দিলে তিনি নিহত হন।Quando Corrie estava na frente de uma casa palestina para protegê-la de ser demolida pelas forças israelenses, foi atropelada por uma escavadeira das Forças de Defesa de Israel (IDF) e morreu instantaneamente.
4কোরি অনেকের কাছে শান্তির চিহ্নে পরিনত হয়েছেন, যার উপরে ৩০টার বেশী গান, একটা কান্তাতা, একটি নাটক হয়েছে আর এখন একটা জাহাজের নামকরণ হয়েছে।Corrie tornou-se, para muitos, um símbolo de paz, com mais de 30 canções, uma cantata, um jogo, e agora um navio, com o seu nome.
5এই জাহাজটির নাম এমভি র‍্যাচেল কোরি যেটি আয়ারল্যান্ড থেকে ১১ জন যাত্রী আর ৫ দেশের ৯ জন ক্রু নিয়ে যাত্রা করেছিল। ক্রুদের বেশীরভাগ আয়ারল্যান্ড আর মালয়েশিয়ার।O navio, chamado MV Rachel Corrie, partiu da Irlanda levando 11 passageiros e 9 membros da tripulação de 5 países, principalmente Irlanda e Malásia.
6যাত্রীদের মধ্যে ছিলেন নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী মাইরিড মাগুয়ার, মালয়েশিয়ার সংসদের প্যারিট সদস্য মোহাম্মদ নিজার জাকারিয়া আর জাতিসংঘের ভূতপূর্ব সহকারী সেক্রেটারি জেনারেল ডেনিস হালিডে।Incluído entre os passageiros estava a Nobel da Paz Mairead Maguire, a membro do Parlamento malaio pela cidade de Parit, Mohd Nizar Zakaria, e o ex-assistente do Secretário-Geral da ONU, Denis Halliday.
7যখন এমভি র‍্যাচেল কোরি গাজার কাছে এসে পৌঁছায় এটা পরিষ্কার হয়ে যায় যে ইজরায়েল আবার বাধা দেবে সাহায্য দেয়াতে আর এর ফলে গাজায় অবরোধ ভাঙ্গাতে।À medida em que o MV Rachel Corrie se aproximava de Gaza, no entanto, ficou claro que Israel estava mais uma vez à caminho de impedir o navio de entregar ajuda e, assim, quebrar o cerco.
8প্রায় ১০:০০ ইউটিসি+৩ এর সময় আমেরিকাবাসী রেমরুম জানায় যে ইজরায়েল চেয়েছে জাহাজ যাতে তার পথ পাল্টায়:Aproximadamente às 10:00 UTC +3, desde os EUA, Remroum informou que Israel havia pedido para o navio mudar seu curso:
9ইজরায়েল র‍্যাচেল কোরিকে বলছে গতিপথ পাল্টাতে।Israel pediu ao Rachel Corrie para “mudar de curso”.
10তোমরা কেন গতিপথ পাল্টাও না?Porque você não muda de direção?
11বর্ণবাদ, বর্ণবিদ্বেষ, দখল ইত্যাদি শেষ করে শরণার্থিদের ফিরতে দাও।Acabem com o Apartheid, ocupação, racismo e permitam aos refugiados retornar
12এর পরেই রিপোর্ট আস্তে থাকে যে র‍্যাচেল কোরিকে আইডিএফ (ইজরায়েলি বাহিনী) থামিয়েছে আর জোর করে ইজরায়েলি বন্দর আশদোদে নোঙ্গর ফেলিয়েছে।Pouco tempo depois, começaram a surgir relatos que o MV Rachel Corrie tinha sido interceptado pela IDF (Forças de Defesa de Israel) e obrigado a atracar no porto israelense de Ashdod.
13টুইটারে, মালয়েশিয়ার কর্মী জুয়ানা জাফর জানিয়েছেন:No Twitter, a ativista malaia JuanaJaafar observou:
14অনুগ্রহপূর্বক জানবেন যে ইজরায়েলি বন্দর আশদোদে নোঙ্গর ফেলার কোন ইচ্ছাই ছিল না র‍্যাচেল কোরি জাহাজের।Por favor se informem de que o MV Rachel Corrie nunca teve a intenção de atracar em Ashdod.
15তাকে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। #র‍্যাচেল কোরিEla foi levada lá contra sua vontade #RachelCorrie
16গাজা আন্ডার সিজ (অবরোধের ভেতর গাজা) একটি ভিডিও সম্পর্কে টুইট করেছে: এমভি র‍্যাচেল কোরি আইডিএফ দ্বারা থামানোর কিছু পরেই ইরানী সমর্থক প্রেস টিভি তা দেখায়।Gaza Under Siege [Gaza sob Ocupação] tuitou um vídeo da iraniana Press TV, que foi ao ar logo após o MV Rachel Corrie ter sido parado pela IDF.
17এই ভিডিও, যাতে সাংবাদিকদের মন্তব্য আছে, জাহাজ থামানোর দৃশ্য আছে:O vídeo, que inclui comentários de jornalistas no local, mostra o navio sendo interceptado:
18তুরস্ক থেকে ইফে মোরাল ফ্লোটিলার অনেক ঘটনাই সরাসরি টুইট করেছেন আর জানিয়েছেন যে জাহাজ থামানোর পরে, সাহায্য গাজায় নিয়ে যাওয়া হবে:Efe Moral, que vive na Turquia, tuitou ao vivo muito dos eventos da Flotilha e observou que depois que o navio ter sido interceptado, o auxílio seria levado a Gaza:
19আল জাজিরা আরও রিপোর্ট করছে যে #আইডিএফ এর পর তল্লাশী করবে এবং র‍্যাচেল কোরির মালামাল পরিশেষে #গাজায় নিয়ে যাবে #গাজায় #ফ্লোটিলার যাত্রীদের তত্ত্বাবধানে।A Al Jazeera também relatou que a #IDF irá inspecionar e levará a carga do #RachelCorrie para #Gaza sob a vigilância dos passageiros da #flotilla. #flotilla
20রিপোর্ট এমনও শোনা গেছে যে ইজরায়েলি বাহিনী এই জাহাজকে তার নিবন্ধন করা নামে ডাকতে মানা করেছেন -এমভি র‍্যাচেল কোরিকে এখন তার আগের নাম ‘লিন্ডা' বলে ডাকছে।Surgiram também relatos em que as forças israelenses recusaram-se a chamar o navio pelo seu nome registrado, MV Rachel Corrie, e ao invés disso se referiram a ele como “Linda”, seu nome anterior.
21র‍্যাচেল কোরি ফাউন্ডেশন এটা টুইট করেছেন:A Fundação Rachel Corrie tuitou isto:
22রিপোর্ট এসেছে যে ইজরায়েলি নৌবাহিনী এই ত্রাণবাহী জাহাজকে ‘র‍্যাচেল কোরি' নামে ডাকতে অস্বীকৃতি জানিয়েছেন।Relatos de que a marinha israelense se recusou a chamar o navio pelo seu nome, “Rachel Corrie”.
23একে আসল নাম ‘লিন্ডা' বলে ডেকেছে।Chamaram [o navio] de “Linda” (seu nome original), ao invés.
24#ফ্লোটিলা#flotilla
25আইডিএফের তুলো দেয়া একটা ভিডিও একে নিশ্চিত করেছে (০০:৩১ মিনিটে দেখুন):Um vídeo colocado no ar pela IDF confirma (00:31):
26এমভি র‍্যাচেল কোরিকে থামানো নিয়ে অনেক ক্ষোভ তৈরি হয়েছে, কিন্তু একই সাথে স্বস্তির আভাস পাওয়া গেছে যে যাত্রীরা নিরাপদ আছেন।Há uma raiva considerável quanto ao fato de que o MV Rachel Corrie foi interceptado, mas também uma sensação de alívio [visto que] os passageiros estão a salvo.
27শেষে সাংবাদিক হোসাম এল হামালাউ টুইটারে জানিয়েছেন, র‍্যাচেল কোরি নিজে অমর হয়ে গেছেন এমভি র‍্যাচেল কোরির মিশনের কারনে:Por fim, como salienta o jornalista Hossam el-Hamalawy no Twitter, Rachel Corrie foi imortalizada com a missão do MV Rachel Corrie:
28#র‍্যাচেল কোরি নামটি অমর হয়ে গেল।O nome #RachelCorrie foi imortalizado.
29যখনই এটি কোন সংবাদে উল্লেখিত হয় একটি করে ইজরায়েলের পয়েন্ট কাটা যায়।Cada vez que é mencionado nos noticiários, Israel perde um ponto. E Israel vem perdendo muitos