# | ben | por |
---|
1 | স্বাধীন অভিব্যক্তি বিষয়ক পুরস্কার প্রদানের ক্ষেত্রে গ্লোবাল ভয়েসেস গুগলের সাথে এক অংশীদারিত্বে যুক্ত হয়েছে | |
2 | আজ (২৯ ডিসেম্বর,২০০৯) থেকে ব্রেকিং বর্ডাস এ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেবার সময় শুরু। | Global Voices e Google lançam prêmio pela liberdade de expressão |
3 | এটি এক নতুন পুরস্কার যার প্রবর্তক গুগল এবং গ্লোবাল ভয়েসেস। ইন্টারনেটে ‘অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা' নামক বিষয় প্রচারণার জন্য কোন ব্যক্তি বা দলকে তাদের সাহসী, উদ্যমী এবং সমৃদ্ধশালী ওয়েব পরিকল্পনার জন্য এই পুরস্কার প্রদান করা হবে। | Começam hoje, 29 de dezembro de 2009, as nomeações para o Breaking Borders [Derrubando Fronteiras, em tradução livre], um novo prêmio criado pelo Google e o Global Voices para distinguir projetos online, individuais ou em grupo, que sejam fora de série e demonstrem coragem, energia e habilidade quanto ao uso da internet para promover a liberdade de expressão. |
4 | থমসন রয়টার্স ও এই পুরস্কারকে সমর্থন করেছেন। | O prêmio também conta com o apoio da Thomson Reuters. |
5 | ব্রেকিং বর্ডাস পুরস্কার তৈরি হয়েছে গ্লোবাল ভয়েসেস এর প্রচারপত্রে লেখা মূল্যবোধের উপর। | |
6 | এই দলিল একই সাথে উইকিতেও লেখা রয়েছে। সেখানে ২০০৪ সালে এই সংগঠন ও সম্প্রদায়ের নীতি নির্ধারক বিষয়গুলো বই আকারে লেখা হয়, যে প্রতিষ্ঠান ও সম্প্রদায় পরে গ্লোবাল ভয়েসেস নামে পরিচিত হয়। | O Prêmio Breaking Borders baseia-se nos valores expressos no Manifesto do Global Voices, um documento escrito colaborativamente em forma de wiki em 2004 para articular os princípios orientadores da organização e da comunidade que viriam a ser conhecidas como Global Voices. |
7 | এই প্রচারপত্র এই কয়টি শব্দ দিয়ে শুরু হয়েছে: | O Manifesto abre com as palavras: |
8 | “আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি: কথা বলার এবং কথা শোনার অধিকার রক্ষায় সচেষ্ট। | “Nós acreditamos no poder da comunicação direta. |
9 | আমরা বিশ্বাস করি কথোপকথনের টুলগুলো ব্যবহারের সার্বজনীন বাধাহীন অধিকারে। | O elo entre indivíduos de diferentes mundos é pessoal, político e poderoso. |
10 | এই লক্ষ্যে আমরা চাই যারা বলতে চায় তাদের বলার সুযোগ করে দিতে - এবং যারা তা শুনতে চায় তাদের শোনার মাধ্যম ব্যবহার করতে দিতে।”। | Nós acreditamos que o diálogo através das fronteiras é essencial para um futuro livre, justo, próspero e sustentável - para todos os cidadãos deste planeta. |
11 | ব্রেকিং বর্ডাস পুরস্কার একই সাথে গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসি নামক কাজের পরিপূরক। | Enquanto nós continuamos a trabalhar e a se expressar como indivíduos, nós também queremos identificar e promover nossos interesses e objetivos comuns. |
12 | গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসির যাত্রা শুরু ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে। | Nós nos comprometemos a respeitar, assistir, ensinar, aprender e a ouvir o próximo.” |
13 | এটি যে কোন সংগঠনের স্বাধীন অভিব্যক্তি প্রকাশ বিষয়ক কার্যক্রমের উপর মনোযোগ প্রদান করে। ব্রেকিং বর্ডাস পুরস্কার সকল জাতির জন্য উন্মুক্ত। | O Prêmio Breaking Borders também complementa o trabalho do Global Voices Advocacy, site criado em fevereiro de 2007 para destacar as atividades da organização relacionadas à liberdade de expressão. |
14 | স্বাধীন অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তাদের মধ্য থেকে একদল বিচারক বিজয়ীদের নির্ধারণ করবেন। | O Prêmio Breaking Borders está aberto a pessoas de qualquer nacionalidade. Os vencedores serão escolhidos por um painel de especialistas em assuntos de liberdade de expressão. |
15 | এই পুরস্কারের ক্ষেত্রে তিনটি বিভাগ রয়েছে, প্রত্যেকটি বিভাগের জন্য আলাদাভাবে ১০,০০০ মার্কিন ডলার পুরস্কার রয়েছে: | Um prêmio em dinheiro no valor de US$ 10.000,00 será concedido a cada uma das três categorias: |
16 | ১. এ্যাডভোকেসি বা কারো পক্ষ অবলম্বন করে বলা; সেই সমস্ত অ্যাক্টিভিস্ট বা দলকে এই পুরস্কার প্রদান করা হবে, যে বা যারা অনলাইনের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা বা রাজনৈতিক পরিবর্তনের পক্ষে প্রচারণা চালাচ্ছে। | |
17 | ২. টেকনোলজি বা প্রযুক্তির বিকাশ ঘটানো; সেই সমস্ত ব্যক্তি বা দলকে এই পুরস্কার প্রদান করা হবে, যে বা যারা স্বাধীন অভিব্যক্তি প্রকাশ এবং তথ্য অধিকারে প্রবেশের সুযোগ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপাদান বা যন্ত্র তৈরি করছে। | |
18 | ৩ পলিসি বা নীতি নির্ধারণের উপাদান তৈরি; এই পুরস্কার নীতি নির্ধারককে প্রদান করা হবে। | 1. Advocacia, dado a um ativista ou grupo que utilize ferramentas online para promover a liberdade de expressão ou incentivar mudanças políticas; |
19 | সরকারি কর্তৃপক্ষ বা বেসরকারী নেতৃবৃন্দ যারা এই খাতে উল্লেখযোগ্য অবদান রাখছে তাদের জন্য এই পুরস্কার। | 2. Tecnologia, dado a um indivíduo ou grupo que tenha criado uma ferramenta importante que permita a liberdade de expressão e amplie o acesso à informação; |
20 | ব্রেকিং বর্ডাস পুরস্কারের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে- http://www.breakingborders.net (এইচটিটিপি://ডাব্লিউডব্লিউডাব্লিউ. | 3. Política, dado a um político, governante ou líder de ONG que tenha feito uma contribuição notável no campo. |
21 | ব্রেকিংবর্ডাস. নেট)-এ, এবং মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারী, ২০১০। | Nomeações para o Prêmio Breaking Borders podem ser feitas no endereço http://www.breakingborders.net [en] até 15 de fevereiro de 2010. |