# | ben | por |
---|
1 | অনলাইনে হুমকি পাবার পরে ইস্তাম্বুলের বাড়িতে ছুরিকাহত হলেন সিরিয়ান ব্লগার | |
2 | গত রাতে নিজ বাড়িতে ছুরিকাহত হওয়ার পর ইস্তাম্বুলের একটি হাসপাতালে চিকিৎসা নিলেন ব্লগার আসাদ হান্না। | |
3 | আসাদ হান্নার ফেসবুক পেজ থেকে ছবিটি নেয়া হয়েছে। | Blogueiro sírio foi esfaqueado em Istambul após receber ameaças online |
4 | সিরিয়ান ব্লগার, সাংবাদিক এবং গ্লোবাল ভয়েসেস-এর লেখক আসাদ হান্না গত রাতে তুরস্কের ইস্তাম্বুলের নিজ বাড়িতে ছুরিকাহত হয়েছেন। | |
5 | দুষ্কৃতকারী তার পেটে চারবার ছুরিকাঘাত করে। হান্না ফেসবুকে লিখেন: | O blogueiro Asaad Hanna recebendo tratamento num hospital em Istambul após ser esfaqueado em sua casa na noite passada. |
6 | গত রাতে আমি আমার বাড়িতে আক্রান্ত হয়েছিলাম। | Crédito da foto: Página do Facebook da Asaad Hanna |
7 | একজন অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি আমার পেটে চারবার ছুরি মেরেছে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে মাত্রই বাড়ি ফিরেছি। | O blogueiro e jornalista sírio Assad Hanna, que também é autor do Global Voices, foi atacado e esfaqueado quatro vezes no estômago em sua casa, em Istambul, Turquia, na noite 20 de abril de 2015. |
8 | আমি কারো বিরুদ্ধেই অভিযোগ করছি না। | No Facebook, Hanna, que tem recebido várias ameaças online, relatou: |
9 | তবে এও বলতে পারছি না যে আততায়ী কাকতালীয়ভাবে আমার দরজায় এসেছিল, আমাকে আঘাত করেছিল। | Fui atacado em minha casa ontem à noite por uma pessoa desconhecida, que me esfaqueou no estômago quatro vezes. |
10 | আমার বাড়ি থেকে কিছুই চুরি যায়নি। | Fui tratado no hospital e tive alta. |
11 | তাছাড়া এর আগে আমি বিভিন্ন জায়গা থেকে হুমকি পেয়েছিলাম। আমি এখন ভালো আছি। | Eu não acuso ninguém, mas não posso dizer que foi uma coincidência como a pessoa bateu na porta, me atacou e não roubou nada da casa. |
12 | পুলিশের কাছে অভিযোগ দাখিল করেছি। | Tenho sido ameaçado por diferentes facções. |
13 | হান্না হোমসের বাসিন্দা। মানবাধিকারকর্মী। | O meu estado de saúde é bom e eu arquivei um relatório na polícia. |
14 | সিরিয়ায় যুদ্ধ শুরু হলে সেখান থেকে তুরস্কে পালিয়ে আসেন। এখন ফ্রিল্যান্স সাংবাদিকতা করছেন। | Hanna, de Homs, também é um defensor dos direitos humanos e está trabalhando como jornalista freelancer desde que fugiu do seu país devastado pela guerra. |