# | ben | por |
---|
1 | ‘আমাদের মাঝে যে ক্ষমতা’-সেই বিষয়কে ঘিরে ব্লগ এ্যাকশন ডে ২০১২ উদযাপিত | Blog Action Day 2012 Celebra “O Poder do Nós” |
2 | ইতোমধ্যে, ৯৫টি দেশের ব্লগাররা দ্রুত ও সঠিকভাবে আঙ্গুল চালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। | Até ao momento, blogueiros de 95 países estão preparados para digitar com dedos rápidos e ágeis. |
3 | তারা এমন এক দিনের জন্য তৈরি, যেদিন তারা সকলে একটি সাধারণ বিষয় বর্ণিল কিছু ব্লগ লিখবে, আর সেই কাহিনীর আলোকচ্ছটা সম্মিলিত লক্ষ লক্ষ পাঠকের সবার নজরে পড়বে। | Por um dia, os mesmos vão unir-se para abordarem um tema comum, criando uma coleção colorida de histórias e reflexões que irão atingir no seu auge um público coletivo de milhões de internautas. |
4 | সেই দিনটি হচ্ছে ১৫ অক্টোবর, ২০১২, যে দিনটি ব্লগ এ্যাকশন ডে হিসেবে পালন করা হয়! | 15 de outubro de 2012 - é o Blog Action Day [en]! |
5 | ২০০৭ সাল থেকে ব্লগ এ্যাকশন ডে পালন করে আসা হচ্ছে, বছরের এই দিনে ব্লগ লেখায় ঝড় তোলার সুযোগ প্রদান করে হয়, আর যার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টি। | Desde 2007, o Blog Action Day tem trabalhado para aumentar a consciencialização sobre questões importantes, promovendo uma campanha anual na blogosfera. |
6 | গ্লোবাল ভয়েসেস প্রতি বছর এর কার্যক্রম তুলে ধরে, যে দিবসে পরিবেশ, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, পানি ও খাদ্যের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা হয়ে থাকে। | Ao longo dos anos, o evento foi coberto no Global Voices destacando questões como o Ambiente, a Pobreza, as Alterações Climáticas, Água [en] e Comida [en]. |
7 | ব্লগ এ্যাকশন দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘আমাদের মাঝে যে ক্ষমতা' [‘দি পাওয়ার অফ উই']। | Este ano o tema escolhido é nada menos do que The Power of We [en], “O Poder do Nós“, da colaboração. |
8 | ‘আমাদের মাঝে যে ক্ষমতা' এই বিষয়ে সম্বন্ধে লিখতে হবে? | Como escrever sobre “O poder do Nós“? |
9 | ছবি মারিয়া গ্রাবোস্কির | Foto de Maria Grabowski |
10 | কোন ইতিবাচক পরিবর্তনের জন্য একসাথে কাজ করার ক্ষমতাকে কি আপনি অনুভব করেছেন? | Porventura já sentiu o poder de trabalhar em conjunto para fazer uma mudança positiva? |
11 | কোন একটি কারণের জন্য লড়াই করা নিয়ে আপনার নিজের প্রচেষ্টার বিষয়ে লিখুন, অথবা এমন একটি দলের সম্বন্ধে যে দলটি আপনাকে অনুপ্রাণিত করেছে-সংক্ষিপ্ত আকারেঃ কোন একটি পরিবর্তনের জন্য জনতার সম্মিলিত কর্মের বিষয় তুলে ধরুন। | Escreva sobre o seu próprio esforço na luta por uma causa, ou talvez sobre um grupo que o inspira - em suma: sobre ações conjuntas de pessoas para fazer a diferença. |
12 | বিশ্বের যে কোন দেশ থেকে, যে কোন ভাষায় আপনি আপনার লেখা জমা দিতে পারেন। | Pode escrever a sua entrada em qualquer idioma, de qualquer país. |
13 | ‘আমাদের মাঝে যে ক্ষমতা' নামক প্রতিপাদ্য বিষয় নিয়ে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ব্লগ এ্যাকশন ডে ২০১২-এ, যোগ দেওয়ার জন্য এখানে নিবন্ধন করুন। | Registe-se aqui [en] para aderir ao Blog Action Day 2012 sobre “O Poder do Nós” a ser comemorado no dia 15 de outubro, e alcance uma audiência de milhões. |
14 | এই বিষয়ে তাজা সংবাদ পেতে চাইলে টুইটারে #বিএডি২০১২ হ্যাশট্যাগটি অনুসরণ করুন। | Siga #BAD12 para atualizações no Twitter. |
15 | আমরা, ১৫ অক্টোবর তারিখে সারা বিশ্বে ছড়িয়ে থাকা গ্লোবাল ভয়েসেস-এর কন্ট্রিবিউটরদের লেখার তালিকা প্রদর্শন করব-আমাদের সাথে থাকুন! | A 15 de outubro, vamos listar as contribuições dos membros do Global Voices em todo o mundo - fique atento! |