# | ben | por |
---|
1 | “জীবিত অপহৃত” শিক্ষার্থীদের সুস্থ অবস্থায় ফিরে পেতে চায় মেক্সিকানরা | Mexicanos exigem regresso em segurança dos estudantes desaparecidos |
2 | গত ৮ অক্টোবর, ২০১৪ তারিখে মেক্সিকো সিটিতে আয়টজিনাপা শিক্ষার্থীদের গুমের বিরুদ্ধে ১৫,০০০ প্রতিবাদকারীদের বিক্ষোভ সমাবেশ। | 15.000 pessoas marcharam contra o desaparecimento dos estudantes de Ayotzinapa, 8 de Outubro de 2014, por Enrique Perez Huerta, Cidade do México, Demotix. |
3 | ডেমোটিক্স। মেক্সিকোর গুয়েরেরো উপকূলীয় অঙ্গরাজ্য থেকে গত ৮ অক্টোবর, বুধবারে কয়েক ডজন আয়টজিনাপা শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। | Milhares de pessoas protestaram na Cidade do México contra o desaparecimento dos estudantes de Ayotzinapa, do estado costeiro de Guerrero, na quarta-feira, dia 8 de Outubro. |
4 | এই অপহরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার লোক মেক্সিকো সিটিতে বিক্ষোভ করেছেন। অপহৃতদের পরিবারগুলো এ সপ্তাহে নিদারুণ মানসিক যন্ত্রণা ভোগ করেছেন। | As famílias das vítimas, sentiram uma nova angústia esta semana quando as autoridades descobriram 28 corpos (ainda não identificados) em valas comuns secretas na zona sudeste de Guerrero. |
5 | কারন এ সপ্তাহে গুয়েরেরোর দক্ষিণ-পূর্ব অঞ্চলে একটি গোপন গণ কবর থেকে কর্তৃপক্ষ ২৮টি মৃতদেহ (এখনও শনাক্ত না হওয়া) উদ্ধার করেছে। | Infelizmente, este tipo de notícia não é novidade no México, especialmente depois dos dois massacres de San Fernando. |
6 | অত্যন্ত দুঃখের বিষয়, এ ধরনের খবর মেক্সিকোতে একেবারে নতুন নয়। | Os manifestantes exigem que os estudantes que ainda estejam vivos sejam devolvidos às suas casas. |
7 | বিশেষকরে দুইটি সান ফারনান্দো নৃশংস হত্যার ঘটনা ঘটার পর এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। | Aqueles que não sobreviveram, devem também ser encontrados, dizem os manifestantes. |
8 | এখনও যেসব শিক্ষার্থী জীবিত আছেন তাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা। | Enquanto pessoas por todo o país iam para as ruas, os internautas mexicanos discutiam a campanha no Twitter. |
9 | আর যারা বেঁচে নেই তাদেরকে অবশ্যই খুঁজে পাওয়া যাবে। | A internauta Tania colocou a seguinte imagem do local onde se iniciou o protesto: |
10 | বিক্ষোভকারীরা এমনটাই বলেছেন। | Em Angel, sente-se a fraternidade e a indignação. |
11 | সারাদেশ জুড়ে জনগণ রাজপথ দখল করে রাখার কারণে মেক্সিকোর নেটিজেনরা এই প্রচারাভিযান নিয়ে টুইটারে আলোচনা করেছেন। | [Nota: ‘Angel' - Anjo da Independência- é uma referência importante na Cidade do México e tornou-se um ponto focal tanto para celebrações como demonstrações.] |
12 | প্রতিবাদস্থল থেকে ব্যবহারকারী তানিয়া নিচের ছবিটি তুলে পোস্ট করেছেনঃ | TuiteraMx (um internauta com mais de 13.600 seguidores) declarou: |
13 | এঞ্জেলে আপনি ভ্রাতৃত্ব এবং ক্ষোভ অনুভব করতে পারবেন। | A dor pelo desaparecimento dos estudantes é imensurável. |
14 | [দ্রষ্টব্যঃ মেক্সিকো সিটিতে স্বাধীনতার এঞ্জেল অত্যন্ত স্বীকৃত একটি স্থান। | O internauta Pau partilhou estas imagens que mostram os protestos em várias cidades: |
15 | এটি যেকোন উৎসব উদযাপন এবং প্রতিবাদ জানানোর এক আশ্রয়স্থলে পরিণত হয়েছে।] | Protestos na Alemanha, Noruega, Argentina e na Bolívia. |
16 | টুইটেরাএমএক্স একজন ব্যবহারকারী, যার টুইটারে ১৩,৬০০ অনুসারী রয়েছে। | Mauricio Torres descreveu a cena a partir do local do protesto: |
17 | তিনি ঘোষণা দিয়েছেনঃ “নরমালিস্টাস”দের [শিক্ষণ শিক্ষার্থী] গুম হওয়ার যন্ত্রণা অবর্ননীয়। | Os pais marcham à frente, carregando uma faixa com os rostos dos 43 jovens desaparecidos. |
18 | বিভিন্ন শহরে পালিত প্রতিবাদ কর্মসূচী তুলে ধরতে টুইটার ব্যবহারকারী পাউ ছবিগুলো শেয়ার করেছেনঃ | Jordy M.Y. estava particularmente impressionado com a dimensão da demonstração: |
19 | আয়টজিনাপা শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচারের দাবিতে জার্মানি, নরওয়ে, আর্জেন্টিনা এবং বলিভিয়াতে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে। | |
20 | আমরা সবাই আয়টজিনাপা। মাউরিসিও টরেস প্রতিবাদ কর্মসূচীতে দৃশ্যটি বর্ননা করেছেনঃ | O protesto por Ayotzinapa é verdadeiramente grande e impressionante. |
21 | বাবা মায়েরা সামনের সারিতে একটি ব্যানার হাতে ধরে হেঁটে যাচ্ছেন। | Continuam a chegar mais grupos a Reforma [uma das avenidas principais na Cidade do México]. |
22 | ব্যানারে গুম হওয়া ৪৩ জন তরুণ শিক্ষার্থীর মুখ। | Houve também quem, a partir de Buenos Aires, Argentina, mostrasse o seu apoio ao protesto: |
23 | র্যালীতে জনসমাগম দেখে জর্ডি এম. | solidariedade na embaixada mexicana em Buenos Aires, Argentina. |
24 | ওয়াই. বেশ মোহিতঃ | O Dr. John M. |
25 | আয়টজিনাপাদের আয়োজিত প্রতিবাদ কর্মসূচীটি বেশ বড় আকারে পালন করা হচ্ছে এবং এতে আমি মোহিত। | Ackerman descreveu o movimento popular que surgiu desde que os estudantes desapareceram, como: |
26 | আরও অনেক সংগঠন রিফর্মাতে [মেক্সিকো সিটির অন্যতম একটি প্রধান রাজপথ] এসে জড়ো হয়েছেন। বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা থেকেও লোকজন এই প্রতিবাদ কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়েছেনঃ | Milhares de pessoas foram para as ruas para exigir justiça pelos mortos e também por um papel acrescido da sociedade na política e na educação. |
27 | আয়টজিনাপাঃ মেক্সিকোতে অবস্থিত বুয়েন্স আয়ার্স এবং আর্জেন্টিনা দূতাবাসের সংহতি প্রকাশ। | |
28 | শিক্ষার্থীরা অপহৃত হওয়ার পর থেকে এ পর্যন্ত যেসব বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে সেগুলোর মূল কারন বর্ননা করেছেন ডাঃ জন এম. একারম্যানঃ | Para mais detalhes sobre o protesto de 8 de Outubro e últimos desenvolvimentos desta notícia, siga as hashtags: #Ayotzinapa, #AyotzinapaSomosTodos, #JusticiaParaAyotzinapa e #JusticeForAyotzinapa. |
29 | মৃতদের জন্য ন্যায়বিচারের দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছেন। | |
30 | তাঁর সাথে সাথে তারা সমাজের জন্য রাজনৈতিক এবং শিক্ষা ক্ষেত্রে কিছুটা বাড়তি ভূমিকাও পালন করছেন। | |
31 | ৮ অক্টোবর তারিখে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচী সম্পর্কে আরও কিছু জানতে এবং এ ঘটনার সর্বশেষ আপডেট জানতে আপনি #আয়টজিনাপা, #আয়টজিনাপাস্পম্পসটডস, #জাস্টিসিয়াপারাআয়টজিনাপা এবং #আয়টজিনাপাদেরজন্যন্যায়বিচার শিরোনামের হ্যাশট্যাগগুলো অনুসরণ করুণ। | |