Sentence alignment for gv-ben-20140301-42023.xml (html) - gv-por-20140228-50576.xml (html)

#benpor
1সরকারবিরোধী আন্দোলনে গুলিতে নিহত হলেন ভেনেজুয়েলার বিউটি কুইনVenezuela: rainha da beleza morre do tiro que levou durante os protestos
2রাজনৈতিক সহিংসতার আরেক বলি, বিউটি কুইন জেনেসিস কারমোনা।Génesis Carmona, rainha da beleza venezuelana, mais uma vítima da crise política
3গত ১৯ ফেব্রুয়ারি ভেনেজুয়েলার বিউটি কুইন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেনেসিস কারমোনা মারা গেছেন। এর আগের দিন সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে তিনি মাথায় বুলেটের গুলি লেগে আহত হয়েছিলেন।Génesis Carmona, uma jovem rainha da beleza e estudante, morreu [es] no dia 19 de fevereiro de um tiro na cabeça, que a jovem recebeu [es] no dia anterior durante os protestos [en] contra o governo.
4ভ্যালেন্সিয়ায় বিক্ষোভকালে জেনেসিস কারমোনা গুলিবিদ্ধ হলে, তাকে এভাবেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।E assim transportaram a estudante Génesis Carmona, que recebeu um tiro na cabeça durante as manifestações em Valencia.
5গুয়েররা মেন্ডেজ ক্লিনিকে অধ্যাপক পাবলো আউর জেনেসিস কারমোনা'র মা এবং এক আত্মীয়ের সাথে কথা বলছেন।@pabloaure na Guerra Mendez conversando com a mãe e um familiar de Génesis Carmona, que recebeu um tiro na cabeça.
6ভ্যালেন্সিয়ার গুয়েররা মেন্ডেজ ক্লিনিকের ডাক্তার রাফায়েল জানিয়েছেন, ২০১৩ সালের মিস টুরিজম কারাবোবো অপটিক্যাল লুবের ডান দিকে আঘাত পেয়েছেন।De acordo com os especialistas que trataram de Génesis na Clínica Dr. Rafael Guerra Méndez, na cidade de Valencia, a Miss Turismo Carabobo 2013 foi atingida pelo projétil na região direita do lobo occipital, onde está o centro visual do cérebro.
7এখানে মানুষের মস্তিষ্কের ভিজুয়াল সেন্টার (মস্তিষ্কের যে অংশ দেখার ব্যাপার নিয়ন্ত্রণ করে) অবস্থিত।
8আশংকা করা হচ্ছে, তিনি বেঁচে গেলেও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবেন।Especulavam que mesmo que ela conseguisse se recuperar, nunca mais enxergaria.
9জেনেসিস কারমোনাকে অপারেশন থিয়েটার থেকে বের করে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে।Genesis Carmona, ferida de bala durante a manifestação em Valência acaba de sair da sala de cirurgia, se encontra agora na UTI.
10হেক্টর রোটান্দ্রা (@Hecalo) নামের একজন টুইটার ব্যবহারকারী জেনেসিস কারমোনা গুলিতে আহত হওয়া থেকে মারা পর্যন্ত ঘটনার বিবরণ দিয়ে টুইট করেছিলেন।Um jornal de Caracas publicou uma coleção de tuítes [es] do usuário Héctor Rotunda (@Hecalo), que narram todos os eventos desde o momento em que Génesis Carmona foi baleada, até sua morte.
11সেই টুইটগুলি সংকলন করে কারকাসের একটি পত্রিকা প্রকাশ করেছে।Rotunda e a jovem estavam na mesma parte da manifestação.
12রোটান্দ্রাও বিউটি কুইন কারমোনার সাথে সরকারবিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন।Estávamos em frente à estação do metrô Cedeño, ouvimos uma rajada de tiros e nos jogamos todos no chão…
13আমরা সেডেনো সাবওয়ে স্টেশনের সামনে সমাবেশ করছিলাম। সে সময়ে আমরা গুলির শব্দ শুনি।No Twitter, as reações de angústia e acusação continuaram.
14আমরা সবাই মাটিতে শুয়ে পড়ি… টুইটারে এ ঘটনা নিয়ে অব্যাহত প্রতিক্রিয়া চলছে।O governador do Estado de Carabobo, Francisco Ameliach, tem sido apontado como o principal instigador dos ataques nos protestos de Valencia.
15কারাবোবো রাজ্যের গভর্নর ফ্রান্সিসকো অ্যামেলিয়াচ ভ্যালেন্সিয়ার সমাবেশের ওপর আক্রমণের মূল ইন্ধনদাতা কে তাকে চিহ্নিত করার কথা বলেছেন।
16গভর্নর কয়েকদিন আগে টুইটারে একটি বার্তায় জানিয়েছিলেন, আন্দোলনকারীরা সহিংসতার জন্য তাকে অভিযুক্ত করছে।Mensagens que o governador enviou pelo Twitter dias atrás estão sendo usadas pelos manifestantes para acusá-lo de incitar a violência [es].
17উদাহরণ হিসেবে পরের টুইটে তিনি ভেনেজুয়েলার সরকার দলীয় পার্টি ইউনাইটেড সোশালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার চাভেজ ব্যাটল ইউনিটকে উল্লেখ করে টুইট করেছেন।No tuíte a seguir, por exemplo, ele menciona as UBCH [es], Unidades de Batalha Bolívar - Chávez do PSUV (Partido Socialista Unido de Venezuela), o partido governante do país.
18ইউবিসিএইচ জোরালো প্রতিবাদের জন্য তৈরি হও।UBCH está se preparando para o contra ataque fulminante.
19দিয়োসদাদো শিগগিরই নির্দেশ দিবেন।Diosdado dará a ordem
20দিয়োসদাদো ক্যাভেলো ভেনেজুয়েলার জাতীয় সংসদের বর্তমান সভাপতি।Diosdado Cabello é o atual presidente da Assembleia Nacional (Parlamento Venezuelano).
21এদিকে কারমোনা হত্যার বিচার চেয়ে সংসদ সদস্য ফ্রান্সিসকো সোটেলদো মিডিয়াতে বিবৃতি দিয়েছেন:Enquanto isso Francisco Soteldo, membro do parlamento, fez uma declaração [es] aos meios de comunicação pedindo justiça pela morte de Carmona:
22সোটেলদো: “আমরা জেনেসিস কারমোনা হত্যার বিচার চাই।”Soteldo: “Exigimos justiça pela morte de Génesis Carmona”
23ভেনেজুয়েলার সাম্প্রতিক সহিংসতায় চতুর্থ বলি হলেন সাবেক বিউটি কুইন জেনেসিস কারমোনা।Assim, Carmona se tronou a quarta vítima fatal dos protestos [en] na Venezuela.