Sentence alignment for gv-ben-20100926-12900.xml (html) - gv-por-20100922-12152.xml (html)

#benpor
1ইরান: কারাগারে অন্তরীণ ব্লগার হোসেন দেরাখশান মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে পারেনIrã: Blogueiro preso, Hossein Derakhshan (“Hoder”) pode enfrentar a pena de morte
2বিশ্বস্ত একটি সূত্র গ্লোবাল ভয়েসেস কে জানিয়েছে যে তেহরানের সরকারী আইনজীবিরা জেলে থাকা ইরানী ব্লগার হোসেন দেরাখশানের (যে হোদার নামেও পরিচিত) জন্য মৃত্যুদণ্ড চাচ্ছেন।Uma fonte confiável contou ao Global Voices que o promotor de Teerã pedirá a pena de morte para o blogueiro iraniano Hossein Derakhshan [en] (também conhecido como “Hoder”).
3বিচারক সালাভাতি এই মামলার ব্যাপারে তার সিদ্ধান্ত এখনও জানাননি।O juiz responsável, chamado Salavati, ainda não se pronunciou no caso.
4দেরাখশানের বিরুদ্ধে অভিযোগ ‘শত্রু রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করা, ইসলামি শাসকদের বিরুদ্ধে প্রচারণা চালানো, ধর্মীয় মর্যাদা কে অপমান করা, আর বিপ্লব বিরোধী দলের জন্য প্রচারণা চালানো।‘Derakhshan foi acusado de “colaborar com os países inimigos, criando propaganda contra o regime islâmico, insultando a santidade religiosa, e criando propaganda para grupos anti-revolucionários.”
5২২ মাস আগে তাকে গ্রেপ্তার করা হয়, আর বিচার শুরু হয় ২০১০ সালের জুন মাসে।Ele está preso ha 22 meses e seu julgamento começou em junho de 2010.
6২০০৮ সালে কানাডা থেকে ফেরার পরে হোদারের প্রাথমিক গ্রেপ্তারের কারন এখনো পরিষ্কার না, কিন্তু অনেকে ধারন করেন যে ইজরায়েলে তার দুইবার ভ্রমণ (যা বহুল প্রচারিত) প্রাথমিক কারন হিসাবে কাজ করতে পারে।As razões para a prisão inicial de Hoder logo após seu retorno ao Irã, vindo do Canadá, em 2008, permanecem desconhecidas, mas muitos especulam que suas duas (muito divulgadas) viagens a Israel tenham sido a razão principal.
7দেরাখশানের কানাডার পাসপোর্ট আছে, কিন্তু ইরান দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না আর ইজরায়েলে যাওয়া সরকার ভাল চোখে দেখে না।Derakhshan possui um passaporte canadense, mas o Irã não reconhece a dupla-cidadania e visitar Israel é desaprovado pelo governo.
8এই কেসে যে ব্যাপারটা বিভ্রান্তিকর, যে হোডার বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন প্রথমসারির ইরানী ব্লগার আর মুক্ত ভাষ্য কর্মী হিসাবে (তিনি গ্লোবাল ভয়েসেস এর জন্য ২০০৪ এবং ২০০৫ সালে ব্লগিং ও করেন)।O confuso neste caso é que Hoder ganhou notoriedade mundial como um importante blogueiro iraniano e ativista da liberdade de expressão (até mesmo blogando para o Global Voices em 2004 e 2005).
9পরবর্তীতে তিনি ধারা পাল্টিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পক্ষে তার যুক্তরাষ্ট্রের নীতি, পারমাণবিক অস্ত্র, ইজরায়েল এমনকি মানবাধিকার কর্মীর প্রতি মানুষের অসহিষ্ণুতা নিয়ে লেখেন।Mais tarde ele mudou de tática e escreveu favoravelmente às políticas do presidente Mahmoud Ahmedinajhad a respeito dos Estados Unidos, armas nucleares, Israel, e até mesmo intolerância de discordância pública por parte de ativistas dos direitos humanos.
10২০০৯ সালের এপ্রিল মাসে ইরানী প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট আহমাদিনেজাদ, একটা চিঠি প্রকাশ করেন যেখানে তিনি হোসেন দেরাখশানের মামলাটি সময়মতো আর আইনগতভাবে পরিচালিত করার আহ্বান করেন।Em abril de 2009, o presidente iraniano Ahmadinejad, publicou uma carta pedindo para o caso de Hossein Derakhshan ser processado em tempo hábil e e de forma legal.
11কানাডার সরকার দেরাখশানের বিচারের ব্যাপারে খুব সোচ্চার না।O governo canadense não tem se manifestado publicamente sobre o caso.
12২০০৮ সালে তার গ্রেপ্তারের পরেই অনলাইনে মুক্ত ভাষার কর্মিরা হোডারকে মুক্ত করার জন্য একটি ব্লগ তৈরি করেন।O blog Free Hoder [Libertem Hoder] foi criado por ativistas pela liberdade de expressão online logo após sua prisão, em 2008.
13টুইটারে সানাম দোলাতসাহি সম্ভাব্য মৃত্যুদণ্ডের কথা টুইট করেন, আর কামতারিন নামে ফার্সী ভাষায় একটি সাইট এই খবরটির উল্লেখ করেছে। এই সাইট জানায় যে পূর্বের গুজব সত্ত্বেও যে দেরাখশানকে গুপ্তচরবৃত্তির জন্য আটক করা হয়েছে ইজরায়েলে এবং এটি অবশ্যই সেই কারন না যার জন্য আইনজীবি তার মৃত্যুদণ্ড চাচ্ছে।No Twitter, Sanam Dolatshahi tuitou a novidade sobre a possível pena de morte, e um site em persa, chamado Kamtarin, também mencionou o assunto, notando que, apesar de rumores anteriores de que Derakhshan estava detido por “espionar” para Israel, esta aparentemente não é uma das acusações pelas quais o promotor pede sua execução.
14দেরাখশানের পরিবারের তৈরি এদালাত বারাইয়ে হোসেন দেরাখশান ( যার মানে হোসেন দেরাখশানের জন্য ন্যায় বিচার) নামক একটি ব্লগে এই বিষয়ে এখনো কোন সাম্প্রতিক রিপোর্ট নেই। পারিবারিক ব্লগে শেষ রিপোর্ট ছিল ১৫ই আগস্ট যেখানে বলা হয়েছে যে হোসেনের বিচার বেশ কয়েক সপ্তাহ আগে শেষ হয়েছে:Em um blog criado pela família de Derakhshan, Edalat Baraye Hossein Derakhshan (Justiça para Hossein Derakhshan), ainda não existem relatos ou atualizações sobre o assunto: O último post no blog da família data de 15 de agosto, e diz que there o julgamento de Hossein terminou semanas atrás [fa]:
15আমরা রায়ের অপেক্ষায় আছি।Nós estamos esperando pelo veredito.
16তাকে বাড়ি আসার জন্য এক সপ্তাহের ছুটি পর্যন্ত দেয়া হয়নি…এটা দ্বিতীয় রমজান মাস যে সে বাড়িতে নেই…আমাদের সে জানিয়েছে যে জেলের খাদ্যের মান গত রমজানের থেকে ভালো হয়েছে…তার মা খুব চিন্তিত…বলা হয় এই মাসে ইশ্বর প্রার্থনার সহজে উত্তর দেন…দয়া করে আমাদের হোসেনকে ভুলবেন না।Ele não teve sequer uma semana de férias da prisão para vir pra casa…. É o segundo Ramadã em que ele não está em casa… Ele nos disse que a qualidade da comida da prisão melhorou desde o último Ramadã… Sua mãe está muito preocupada… É dito que este mês Deus responde mais facilmente aos que rezam… Por favor não esqueçam nosso Hossein.
17ইরানী ব্লগার জেঈতুন প্রায় দুই বছর আগে এই পরিস্থিতি নিয়ে লিখেছিলেন:O blogueiro iraniano Z8tun resumiu [fa] a situação há cerca de 2 anos:
18“অন্যান্য ইরানিদের ইজরায়েলে যাওয়া নিয়ে আটক করা হয়েছে, কিন্তু কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে ছাড়া পেয়েছেন।“outros iranianos foram pegos visitando Israel, mas foram soltos depois de algumas horas de interrogatório.
19কেউ কেউ ভাবছেন যে দেরাখশান, যিনি সাম্প্রতিক বছরে প্রেসিডেন্ট আহমাদিনেজাদের সরকারের সমর্থক হয়েছিলেন, গ্রেপ্তার হন কারন দেশের কিছু ধর্মীয় নেতাকে তিনি অপমান করেন।Alguns especulam que Derakhshan, que recentemente se tornou apoiador do governo do presidente Ahmadinejad, foi preso por ter insultado algum líder religioso no país.
20তিনি নিজেই পশ্চিমের মিডিয়াতে তর্ক করেছেন, জেলে থাকা বহু ব্লগারের স্বীকারোক্তি সত্ত্বেও, যে ইরানে কেউ তাদের ব্লগের বিষয়ের জন্য জেলে যায়না।“Ele próprio argumentou na mídia Ocidental, apesar de múltiplos testemunhos de blogueiros presos, que ninguém ia para a cadeia no Irã por causa de seu blog.”
21ইসলামিক প্রজাতন্ত্র সম্প্রতি ব্লগ জগতের উপরে চড়াও হয়েছে, আর বেশ কিছু ব্লগার ইরানে জেলে আছেন যাদের মধ্যে মানবাধিকার কর্মী শিভা নাজার আহারি আছে।A República Islâmica tem reprimido [en] a blogosfera nos últimos anos, e existem vários outros blogueiros sentenciados à prisão no Irã, incluindo a ativista dos direitos humanos Shiva Nazar Ahari.
22২০০৯ সালের ১৮ই মার্চ ওমিদ রেজা মির সায়াফি প্রথম ব্লগার ছিলেন যিনি সন্দেহজনক পরিস্থিতিতে ইরানী জেলে মারা যান।Em 18 de março de 2009, Omid Reza Mir Sayafi se tornou o primeiro blogueiro a morrer em circunstâncias suspeitas em uma prisão iraniana.