# | ben | por |
---|
1 | বিশ্বঃ ১১-১১-১১ তারিখে, বিশ্বকে আপনার জীবন কাহিনী জানান | Global: Partilha a Vida com o Mundo a 11 do 11 do 11 |
2 | এই পোস্টটি বিশ্ব উন্নয়ন-২০১১ উপলক্ষ্যে তৈরি করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Este post faz parte da nossa série sobre Desenvolvimento Global em 2011. |
3 | ১১ নভেম্বর, ২০১১ তারিখে আপনি কি করতে যাচ্ছেন? | O que vais estar a fazer a 11 de Novembro de 2011? |
4 | ১১ইলেভেনপ্রজেক্ট এর মাধ্যমে বাকি বিশ্বকে এই দিনের ঘটনা জানান এবং জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল বা এমডিজি) অর্জনে সাহায্য করুন! | |
5 | আপনার জীবন এবং জগতের চারপাশ সম্বন্ধে আমাদের কিছু বলুন। আপনার কাহিনী আমাদের কাছে গুরুত্বপুর্ণ, তাই ১১. | Partilha-o com o resto do mundo através do Projeto 11Eleven [en] e apoia a prossecução dos Objetivos de Desenvolvimento do Milénio das Nações Unidas! |
6 | ১১.২০১১ তারিখে আমাদের সাথে যোগ দিন এবং কিছু তথ্য ধারণ করে রাখুন। | Conta-nos alguma coisa sobre a tua vida e o mundo em teu redor. |
7 | ১১. ১১.২০১১ বা ১১ নভেম্বর ২০১১ তারিখের পর-আপনাকে ছবি, চলচ্চিত্র অথবা অডিওতে ধারণ করা কাহিনী জমা দিতে বলা হবে। | A tua história é importante para nós, portanto a 11 do 11 de 2011 carrega no botão de gravar. |
8 | আর এই সব বিষয়কে আমরা তিনটা আলাদা বিশেষ প্রকল্পে বিভক্ত করব। এর একটি হবে ছবি সম্বলিত বই, একটি হবে বিশ্বের বিভিন্ন সঙ্গীতের সংগ্রহ, এবং একটি তথ্যচিত্র তৈরি করা হবে। | Depois do 11.11.2011 pediremos que submitas a tua fotografia, filme ou áudio online para que os transformermos em três projetos especiais: um livro de fotografia, uma compilação de música do mundo e um filme documentário. |
9 | এই উদ্যোগের মধ্যে দিয়ে যে অর্থ সংগ্রহ করা হবে তা সেই সব সাহায্য সংস্থার কাছে যাবে যারা জাতিসংঘের ৮টি সহস্রাব্দের ৮ টি নির্ধারিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করছে। | O dinheiro angariado com os proveitos destes três projetos será atribuído a instituições de caridade que se dedicam à prossecução dos 8 Objetivos de Desenvolvimento do Milénio da ONU. |
10 | ১১-১১-১১ ক্রিয়েটিভ মাইন্ড ইউনিট - আর মাত্র তিন মাস বাকি! | 11-11-11 Creative Minds Unite - 3 months to go! |
11 | ইউটিউবের এই ভিডিওটি ১১ ইলেভেনপ্রজেক্টের | Video by 11Eleven Project on Youtube |
12 | ১১ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রকল্পের জন্য আপনি যোগ দিতে পারেন (সাইন আপ) এবং এর সাথে যুক্ত হবার জন্য নিজের নাম নিবন্ধন করতে পারেন, এর জন্য আপনাকে ১১ নভেম্বরে আপনার জীবনের খানিকটা অংশ, চলচ্চিত্র, ছবি অথবা সঙ্গীতের মাধ্যমে তুলে ধরতে হবে। | |
13 | এছাড়া এই বার্তাটি ছড়িয়ে দেবার জন্য আপনি আপনার শহরের একজন দূত হিসবে কাজ করতে পারেন এবং এই প্রকল্পে আপনার সম্প্রদায়ের কণ্ঠস্বর যাতে যুক্ত হয় সে বিষয়টি নিশ্চিত করতে পারেন। | |
14 | ফেসবুকে এবং টুইটারে আপনি ১১ইলেভেন প্রজেক্টকে অনুসরণ করতে পারেন, যাতে উক্ত প্রকল্পের দৈনন্দিন কার্যকলাপের তাজা সংবাদ জানতে পারেন। | A partir de 11 de Agosto podes inscrever-te e registar a intenção de a 11 de Novembro gravares uma parte da tua vida, quer através de vídeo, fotografia ou música. |
15 | এরপর ১১ নভেম্বর, ২০১১-এ (১১/১১/১১) আপনার কম্পিউটার, মোবাইল ফোন, ক্যামেরা, অথবা অডিও রেকর্ডার নিয়ে বের হয়ে পড়েন এবং আপনার জীবনের একটি অর্থপূর্ণ অংশকে ধারণ করুন। | |
16 | আর এটা যে কোন ভাষায় করতে পারেন। ১১ নভেম্বর এর পরে আপনার ভিডিও, ছবি অথবা সঙ্গীত জমা দিন এবং ১১ ইলেভেন-এর টিম এটিকে একটা ছবিতে পরিণত করবে। | Também podes inscrever-te enquanto Embaixador ou Embaixadora e difundir a mensagem na tua cidade assegurando que a tua comunidade fica apta a fazer a sua voz ouvida através do projeto. |
17 | ২১ সেপ্টেম্বর, ২০১২ তারিখে বিশ্ব শান্তি দিবসে জাতিসংঘে এই তথ্যচিত্র প্রদর্শিত হবে। | Acompanha o Projeto 11Eleven no Facebook e no Twitter se quiseres ficar a par das atividades. |
18 | জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে (এমডিজিএস)১১ইলেভেন প্রজেক্ট এর গ্লোবাল ভয়েসেস এক অংশীদার। | Depois, a 11 de Novembro de 2011 (11/11/11), agarra o computador, telemóvel, máquina fotográfica, câmara de vídeo ou gravador áudio e documenta uma parte da tua vida com significado, em qualquer língua. |
19 | ১১ নভেম্বর ২০১১, বা ১১/১১/১১ তারিখে আমরা বিশ্বের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা মানবতাকে নির্মাণ করার ক্ষেত্রে আমাদের সাথে যুক্ত হউন। | Depois de 11 de Novembro submete o teu vídeo, fotografias ou música e a equipa do Projeto 11Eleven vai editar o conteúdo para criar um filme; a 21 de Setembro de 2012 o documentário será projetado no Dia Mundial da Paz da ONU. |
20 | এই দিনে ছবি, চলচ্চিত্র, অডিও বা ব্লগপোস্টের মাধ্যমে মানবিক বিষয় তুলে ধরুন। | O Global Voices estabeleceu uma parceria de sensibilização sobre os Objetivos de Desenvolvimeno do Milénio (ODMs) da ONU com o Projeto 11Eleven. |
21 | এখানে মুল যে বিষয়টি হচ্ছে নিজেকে উপস্থাপন করা। আপনি ৮টি উন্নয়ন চ্যালেঞ্জ বিষয়ে আরো পাঠ করতে পারেন এবং আমাদের বিশেষ পাতায়, আর কি ভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যায সে বিষয়ে লিখতে পারেন। | Em Novembro, a 11/11/11, convidamos os cidadãos e as cidadãs do mundo a ajudarem a criar um retrato colaborativo da humanidade, com fotografias, vídeos, áudio e textos nos seus blogues, sobre a vida nesse dia. Não é preciso que seja relacionado com os ODMs, o que importa é que te represente a TI. |
22 | এ ছাড়া আমারা “আগামী ১০০ বছর পর আমরা বিশ্বকে কি ভাবে দেখতে চাই, এই বিষয়ে ব্লগ লেখার জন্য সবাইকে উৎসাহিত করছি। | Podes ler mais sobre os 8 desafios de desenvolvimento e medidas para alcançá-los até 2015 na nossa Página de Cobertura Especial. |
23 | এখানে এমডিজিকে গুরুত্ব দিয়ে বিষয়টি লিখতে হবে। | |
24 | সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল) -এর সাথে লিঙ্ক যুক্ত করুন এবং আমরা আপনার ব্লগ পোস্টের পাতাকে সেখানে যুক্ত করব। | Estamos também a incentivar toda a gente a blogar sobre “Como quero que o mundo seja daqui a 100 anos”, dando ênfase aos ODMs. Adicionaremos o teu blog à nossa página sobre os Objetivos de Desenvolvimento do Milénio se nos enviares uma hiperligação para o teu texto. |
25 | কাজে ১১/১১/১১ তারিখে মানবতার জন্য আমাদের সাথে যুক্ত হউন । | Em suma: junta-te a nós para a celebração da humanidade a 11 do 11 do 11. |