Sentence alignment for gv-ben-20120312-23370.xml (html) - gv-por-20120224-27926.xml (html)

#benpor
1ব্রাজিলঃ ল্যাটিন আমেরিকার অপ্রতুল জেল ব্যবস্থাBrasil: Os Carentes Sistemas Penitenciários das Américas
2ল্যাটিন আমেরিকানিস্ট ব্লগ সম্প্রতি ঘটে যাওয়া ল্যাটিন আমেরিকার কারাগার ব্যবস্থার সংকটগুলো নিয়ে উদ্বিগ্ন: হন্ডুরাসের জেলে আগুনে শত শত লোক নিহত হয়েছেন, মেক্সিকোর জেলে রায়ট আর পেরুতে পালিয়ে যাওয়া বন্দীর ঘটনা।O site The Latin Americanist [en] resume eventos recentes relacionados ao sistema penitenciário na América Latina: um fogo que matou centenas numa prisão em Honduras [en], rebeliões numa prisão Mexicana e fuga de prisioneiros no Peru.
3এই সকল ঘটনা মহাদেশের অন্যান্য দেশকে তাদের জেলের ব্যবস্থা নিয়ে পুনরায় গভীরভাবে ভাবতে বাধ্য করছে, কিন্তু এর ফলে কি অর্থবহ সংস্কার হবে নাকি একই ধরনের দূর্ঘটনা আবার ঘটবে?Estes eventos podem estar levando outros países a reavaliarem seus sistemas penitenciários, mas isto irá resultar em reformas significativas, ou em mais das mesmas tragédias?
4তাদের পোস্ট “একটা ট্রাজেডির ধারাভাষ্যতে” তারা একটা তথ্যচিত্র থেকে নিম্নের অংশ তুলে ধরেছে ব্রাজিলের কারাগার ব্যবস্থার সমস্যা নিয়ে যার মধ্যে অতিরিক্ত বন্দীর চাপ আছে।No seu post Chronicle of a Tragedy Foretold [Crônicas de uma Tragédia Prevista] foram incluídas as seguintes imagens de um documentário apresentando problemas dentro do sistema penitenciário no Brasil, incluindo superlotação.
5ভিডিও চিত্র পর্তুগিজ ভাষায় ইংরেজী সাবটাইটেল সহ:O vídeo está em português com legendas em inglês.
6আদেল রিভস আর লিয়েন্দ্রো ভিলাকা পরিচালনা আর প্রযোজনা করেছেন “ব্রাজিলের সূর্যের নীচে” নামক প্রামাণ্য চিত্রটি।Under the Brazilian Sun [Sob o Sol Brasileiro] é um documentário dirigido e produzido por Adele Reeves e Leandro Vilaca.
7এটায় কারাগার ব্যবস্থার সম্ভাব্য সকল দিক নিয়ে বলা হয়েছে, যেখানে বর্তমান আর পূর্বের বন্দীদের, তাদের পরিবার, রক্ষী, পুলিশ অফিসার, কারা প্রধান, মানবাধিকার দল আর অন্যান্যদের সাক্ষাতকার নেয়া হয়েছে।Ele conta a história do sistema prisional de todos os ângulos possíveis, através de entrevistas com ex e atuais prisioneiros, suas famílias, guardas, agentes penitenciários, diretores de prisões, grupos de direitos humanos e outros.
8তাদের প্রামাণ্য চিত্রের ট্রেলার থেকে বর্ণনা নীচে রয়েছে:De acordo com a descrição do trailer do documentário:
9এই প্রামাণ্য চিত্র দেখা আবশ্যক কেবল মাত্র এই কারণে না যে এটা সত্য আর চাছাছোলা ভাবে ব্রাজিলের কারা ব্যবস্থা তুলে ধরেছে, বরং এই কারণেও যে এটায় গভীরভাবে আলোচনা করা হয়েছে এটা কেন এবং কি করে হচ্ছে আর একই সাথে ভবিষ্যৎে পরিবর্তনের জন্য কি করা যেতে পারে।Este filme precisa ser assistido não somente por causa de seu retrato honesto e brutal do sistema penitenciário no Brasil, mas também porque ele oferece uma análise profunda do porque e como isto está acontecendo, juntamente com uma visão sobre o que pode ser feito para mudar estas condições para o futuro.
10“ব্রাজিলের সূর্যের নীচে” প্রামান্যচিত্র ইউটিউবে পাওয়া যাবে, নীচে এর প্রথম অংশঃO documentário está disponível no Youtube, e aqui está a primeira parte: