# | ben | por |
---|
1 | আলোকচিত্রঃ ইথিওপিয়ার মানুষ | FOTOS: Humanos da Etiópia |
2 | ব্রান্ডন স্টানটনের নিউ ইয়র্ক এর মানুষের (এইচওএনওয়াই) দ্বারা অনুপ্রাণিত হয়ে নিনা স্টেইনবার্গ ইথিওপিয়ার মানুষ নামের একটি ফেসবুক পাতা চালু করেছেন, যেটি ইথিওপিয়ার জনগণের মাঝে ক্ষীণ আলোর রেখা ছড়িয়ে দিয়েছে। | Todas as ligações apontam para páginas em inglês. Inspirada pelo projecto Humans of New York (HONY), de Brandon Stanton, Nina Steinberg criou a página de Facebook Humans of Ethiopia, que permite um olhar sobre as vidas das pessoas na Etiópia. |
3 | বর্ণনায় বলা হয়েছেঃ | Na descrição pode ler-se: |
4 | এই গ্রীষ্মে ইথিওপিয়ায় অন্বেষণের অংশ হিসেবে আমি একটি স্থান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি যেখানে অচেনা লোক, নতুন বন্ধুদের মধ্যে আমি আমার ক্ষণিক দৃষ্টি ভাগাভাগি করতে পারব এবং জীবনকে মুগ্ধতায় ভরিয়ে তোলার এই উপায় বুঝতে আমি এখানে আসছি। | Ao explorar a Etiópia este Verão, decidi criar um espaço para partilhar os meus olhares sobre as vidas de estranhos, novos amigos e o fascinante modo de vida que começo a compreender por aqui. |
5 | এর পেছনে আমাকে উৎসাহ যুগিয়েছে ব্রান্ডনের নিউ ইয়র্ক এর মানুষ। | Inspirado pelo “Humans of New York” do Brandon. |
6 | “ইথিওপিয়ার মানুষ” এর ফেসবুক পাতা থেকে পুনরায় কয়েকটি আলোকচিত্র একবার দেখে নিন। | Vejamos algumas das fotografias publicadas na página “Humanos da Etiópia”. |
7 | ঐতিহ্যবাহী কাপড় বুনন ইথিওপিয়ার শতবর্ষী পুরনো ঐতিহ্য। | A tecelagem manual é uma tradição centenária na Etiópia. |
8 | ছবিঃ ইথিওপিয়ার মানুষ। | Foto por “Humans of Ethiopia”, usada com permissão. |
9 | একটি ফাঁকা রাস্তায় ইথিওপিয়ার সেনারা হাঁটছেন। | Soldados etíopes caminham por uma rua deserta. |
10 | ছবিঃ ইথিওপিয়ার মানুষ। | Foto por “Humans of Ethiopia”, usada com permissão. |
11 | বাড়ি বানানোর জন্য ইথিওপিয়ার নারীরা পিঠে করে কাঠ বহন করছেন। | Mulheres etíopes carregam madeira às costas para ganhar o seu sustento. |
12 | তাঁরা সর্বোচ্চ ৭০ পাউন্ড ভার বহন করেন এবং কম বেশি ১৮ মাইলের মত পথ পাড়ি দেন। | A carga atinge os 30 kgs e as distâncias que percorrem podem ser de mais ou menos 29 km. |
13 | কিছু নারীরা অবশ্য তাঁদের বহন ক্ষমতার চেয়ে কম পরিমাণ ওজন বহন করেন। | Algumas destas mulheres podem mesmo pesar menos do que a carga que transportam. |
14 | তাঁদের দৈনিক আয় ২ ডলারেরও কম। | O seu rendimento médio diário é menos de dois dólares norte-americanos. |
15 | ছবিঃ ইথিওপিয়ার মানুষ। | Foto por “Humans of Ethiopia”, usada com permissão. |
16 | কফি খাওয়ার জন্য একটি চমৎকার অনুষ্ঠান পদ্ধতি হচ্ছে, ইথিওপিয়ান কফি উৎসব। | Uma cerimónia de café etíope é uma bela e ritualizada forma de beber café. |
17 | সবুজ কফি মটরশুঁটিগুলো রোস্ট করর পর প্যানগুলো নিয়ে ঘরের মধ্যে হাঁটা হয় যাতে প্রত্যেকে কফির সুবাসের মৃদু বাতাসের ঝাপটা পায়। | Os grãos verdes de café são tostados numa panela que depois é passada em torno da sala para que todos sintam o aroma do café. |
18 | কফি মটরশুঁটি পিষ্ট করার পর এর খল এবং মুশল শৈলীতে তৈরি করা হয়। কফি পাউডারকে এরপর যাবেনা [ছবিতে প্রদত্ত] নামের একটি মৃত্তিকার পাত্রে সিদ্ধ করা হয়। | Os grãos são em seguida triturados num almofariz e o café moído é fervido num bule de barro chamado Jebena (à esquerda na foto). |
19 | অবশেষে ট্রেতে রাখা ছোট্ট চায়না কাপে কফি ঢালা হয় এবং প্রত্যেককে তা পরিবেশন করা হয় - এটা তিন বার পরিবেশন করা হয়ে থাকে। | Por fim, o café é deitado em pequenas chávenas de porcelana num tabuleiro e servido a todos - três vezes. |
20 | ছবিঃ ইথিওপিয়ার মানুষ। | Foto por “Humans of Ethiopia”, usada com permissão. |
21 | ছাগলের সাথে খোশগল্প করা এবং সে সময় উচ্চ স্বরে হাসির সময় আমি তাঁদের দেখতে পাই। | Apanhei-os a abanar khat em frente à cabra e ri-me com a ideia de uma cabra ficar drogada. |
22 | কিন্তু যখনই আমি তাঁদের ছবি তুলতে গেলাম ঠিক তখনই সেই বাবা এটা ব্যাখ্যা না করা পর্যন্ত হাসলেন না যে, তিনি শুধু তার ছাগলকেই খোশগল্পের মাধ্যমে খাওয়াচ্ছিলেন, তার ছোট্ট প্রিয় মেয়েকে নয়। | Mas quando me aproximei para tirar uma foto, o pai não sorriu enquanto não esclareceu que só estava a alimentar a cabra com khat… e não com a sua querida menina. |
23 | ছবিঃ ইথিওপিয়ার মানুষ। | Foto por “Humans of Ethiopia”, usada com permissão. |
24 | ফেসফুডে খাবার খাওয়া। | Coma no facefood. |
25 | ছবিঃ ইথিওপিয়ার মানুষ। | Foto por “Humans of Ethiopia”, usada com permissão. |
26 | ইথিওপিয়ান নকশাবিদ সালাম নিগুসি তার পণ্য দেখাচ্ছেনঃ আমি যে কাপড় পরেছি তা আমি নিজেই নকশা এবং তৈরি করেছি। | A estilista etíope Salam Nigussie exibe o seu produto: “Fui eu que desenhei e fiz o que trago vestido. ” - Salam Nigussie. |
27 | ছবিঃ ইথিওপিয়ার মানুষ। | Foto por “Humans of Ethiopia”, usada com permissão. |