# | ben | por |
---|
1 | চিলির সান্তিয়াগোর ৫টি স্থান, যেখানে গেলে মনে পড়ে পিনোশের স্বৈরশাসন, আর বলতে হয় “স্বৈরশাসন আর নয়” | 5 lugares em Santiago, no Chile, para lembrar da ditadura de Pinochet e dizer “nunca mais” |
2 | ১১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে প্রাক্তন নির্যাতন ও বন্দীশালা লন্ড্রেস ৩৮। | Londres 38, antigo centro de prisão e tortura, em 11 de setembro de 2013. |
3 | ছবি ফ্লিকারের হাই শাশি, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স-এর অধীনে তা ব্যবহার করা হয়েছে (সিসি-বাই-এনসি-এনডি ২. | Foto no Flickr por Hi Sashi, publicada sob licença Creative Commons (CC BY-NC-ND 2.0) |
4 | ০) মেমোরি ইন ল্যাটিন আমেরিকা ব্লগে, লিলি ল্যাংট্রাই নামক ব্লগার চিলির রাজধানী সান্তিয়াগো নিয়ে “স্মৃতিকাতর এলাকা” শিরোনামে ধারাবাহিক আকারে বেশ কয়েকটি লেখা লিখেছেন: যা ১১ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে দেশটির সোশ্যালিস্ট রাষ্ট্রপতি সালভাদোর আয়েন্দের সরকারকে অপসারিত করা সামরিক অভ্যুত্থান সংক্রান্ত ভবন কিংবা এলাকা বিষয়ে, এই অভ্যুত্থানের ফলে ১৭ বছরের এক স্বৈরশাসনের জন্ম হয়, যার নেতৃত্বে ছিল আগুস্টো পিনোশে। | No blogMemória da América Latina [en], Lillie Langtry publicou uma série de artigos sobre “lugares da memória” de Santiago, capital do Chile: monumentos e locais relacionados ao golpe de Estado que derrubou o presidente socialista Salvador Allende [es] em 11 de setembro de 1973, e os 17 anos da ditadura de Augusto Pinochet. Este ano, em 2013, o golpe de Estado completou 40 anos [es]. |
5 | ২০১৩ সালের এই বছরটিতে এই অভ্যুত্থানের ৪০ বছর পূর্তি হল। | 1. Museu da Memória e dos Direitos Humanos |
6 | ১. স্মৃতি এবং মানবাধিকারের এক সংগ্রহশালা | Museu da Memória e dos Direitos Humanos. |
7 | স্মৃতি এবং মানবাধিকারের এক সংগ্রহশালা। | Foto publicada no Flickr por Giovanni A. |
8 | ছবি ফ্লিকারের জিওভান্নি-এ পেরেজের, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স-এর অধীনে তা ব্যবহার করা হয়েছে (সিসি-বাই-এনসি-এনডি ২. | Pérez sob licença Creative Commons(CC BY-NC 2.0) |
9 | ০)। এই অনলাইন সফরের শুরু স্মৃতি ও মানবাধিকার সংগ্রহশালা [স্প্যানিশ ভাষায়] দিয়ে, লিলিয়ে ব্যাখ্যা করেন “ বিশাল এবং আঘাত তৈরী করে এমন এক সাইট”: | Esse passeio virtual começa no Museu da Memória e dos Direitos Humanos [es], “um lugar amplo e surpreendente”, como explica [en] Lillie: |
10 | বেদনাদায়ক বিষয় হচ্ছে আপনি ভেতরের কোন ছবি তুলতে পারবেন না, যা সত্যিকারের এক লজ্জাজনক বিষয়, কারণ আমার কাছে সবচেয়ে আঘাত প্রদান করা বিষয়টি হচ্ছে বিশাল দেওয়ালে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের ছবিতে পুরো এলাকা পরিপূর্ণ। | Infelizmente é proibido tirar fotos do interior do Museu, o que é realmente uma vergonha, já que a parte mais interessante do Museu é, na minha opinião, o grande mural de fotos dos desaparecidos. |
11 | এখানে এমন একটি স্থান রয়েছে যেখানে আপনি দাঁড়াবেন আর সে দিকে তাকাবেন, তখন দেখতে পাবেন ব্যক্তির নাম এবং ছবি। | Há também um local onde se pode encontrar os rostos e nomes. |
12 | নিচের তলার বিভিন্ন স্থানে ১৯৭৩ সালের এই অভ্যুত্থান এবং তৎপরবর্তী বিভিন্ন ঘটনার ফুটেছ প্রদর্শন করা হয়েছে। | No andar térreo, várias telas mostram filmagens da Copa de 1973 e dos resultados dos jogos. |
13 | যতই আপনি উপরের তলাগুলোতে যাবেন, ততই দেখতে পাবেন সেখানে রয়েছে বিভিন্ন ঘটনার দৃশ্য যেমন নির্বাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একাত্মতা, প্রচার মাধ্যমের সংবাদ এবং নির্যাতন- যার মধ্যে রয়েছে গা শিউরানো এক যন্ত্র (যার নির্মাতা-জেনারেল ইলেকট্রনিক্স- বিষয়টি এমন নয় যে তারা কেবল এই উদ্দেশ্য যন্ত্রটি নির্মাণ করেছিল!)। | À medida que você sobe as escadas, encontra imagens e informações sobre assuntos como exílios e solidariedade internacional, cobertura da mídia e tortura - incluindo friamente um dispositivo de choque elétrico (feito pela General Electric - não querendo sugerir que tenha sido feito com este propósito!). |
14 | মেঝেতে বিভিন্ন প্রদর্শনীর যন্ত্র ১৯৭৩ সালের অভ্যুত্থানের ফুটেজ প্রদর্শন করছে। | Há também itens feitos por prisioneiros e fotos de locais memoráveis ao longo do Chile. |
15 | এখানে বন্দীদের তৈরী বিভিন্ন সামগ্রী এবং চিলির বিভিন্ন ঐতিহাসিক স্থানের ছবিও রয়েছে। | Declaração Universal dos Direitos Humanos no Museu da Memória e Direitos Humanos, Chile. |
16 | চিলির স্মৃতি ও মানবাধিকার সংগ্রহশালায় মানবাধিকারের সার্বজনীন ঘোষণা। | Postada no Flickr por Jen Dyer Photo sob licença Creative Commons (CC BY-ND 2.0) |
17 | ছবি ফ্লিকারের জেন ডায়ার-এর ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স-এর অধীনে ব্যবহার করা হয়েছে (সিসি বাই -এনডি ২. 0)। লিলিয়ে এখানে আরো উল্লেখ করেছে যে এই এলাকা এমন স্থান নয় যেখান এসে কেউ বিশেষভাবে ছদ্ম -নিরপেক্ষতা অথবা পিনোশে-পন্থী বা বিরোধী হবার চিন্তা সমভাবে করতে পারে, এবং সে জাদুঘরের তালিকার উদ্ধৃতি প্রদান করছে: | Lillie observa também que, “…claramente, esse não é um espaço onde você encontra qualquer tipo de pseudo-neutralidade ou ponderação das facções pró- e anti-Pinochet como sendo iguais”, e ela cita um texto do catálogo do museu: |
18 | স্মৃতির এক ভবন নির্মাণের কাজকে অবশ্যই নৈতিকতার দ্বারা পরিচালিত করতে হবে; আমাদের যে সীমাহীন এক সম্মিলিত আঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে তার এক পাঠ নির্মাণ করতে হবে যা এক প্রমাণ, ঘটনার শিকার এবং অপরাধীর এক ইতিহাস, দোষী এবং নির্দোষদের। | A tarefa de construir uma memória deve ser guiada por um fundamento moral; devemos construir uma leitura do trauma coletivo que vá além e acima das evidências, uma história das vítimas e dos criminosos, dos culpados e dos inocentes. |
19 | জাদুঘরে স্মৃতির সংগ্রহশালা নির্মাণের উদ্দেশ্য হচ্ছে তা যেন এমন এক স্থানে পরিণত হয় যা আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সহাবস্থানে নৈতিকতার ভিত্তিতে মানবাধিকারে সংস্কৃতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ তৈরীতে সাহায্য করে। | O objetivo da construção do Museu é se tornar um espaço que possa auxiliar a cultura dos direitos humanos e valores democráticos na formação de uma base ética de nossa coexistência presente e futura. |
20 | আর কেবল মাত্র এর মাধ্যমে আমরা স্বৈরাচারকে আর নয়, এমন দাবী শাক্তিশালী করতে পারি। | Só assim podemos fortalecer o nosso clamor: NUNCA MAIS. |
21 | ফ্লিকারে আপনারা জাদুঘরের আরো ছবি দেখতে পাবেন (যার মধ্যে ভেতরের কয়েকটি ছবিও অর্ন্তভুক্ত রয়েছে)। | Você pode ver mais fotos do Museu (da parte de dentro, inclusive) Flickr. |
22 | ২. লন্ড্রেস ৩৮ | 2. Londres 38 |
23 | “লড়াই এবং প্রতিরোধের ৪০ বছর”: লন্ড্রেস ৩৮, চিলির সান্তিয়াগোর প্রাক্তন নির্যাতন এবং বন্দীশালা। | “40 anos de luta e resistência”: Londres 38, antigo centro de detenção e tortura em Santiago, Chile. |
24 | ছবি ফ্লিকারের মিউনিসিপালিটি অফ সান্তিয়াগোর। | Foto publicada no Flickr pela Prefeitura de Santiago sob licença Creative Commons (CC BY-NC-ND 2.0) |
25 | আরেকটি পোস্টে লিলিয়ে প্রাক্তন এক বন্দীশালা এবং নির্যাতন কেন্দ্র লন্ড্রেস ৩৮ সম্পর্কে লিখেছে যার নাম : | Em outra postagem, Lillie escreveu sobre um antigo centro de detenção e tortura chamadoLondres 38[en]: |
26 | ডিনা (গুপ্ত পুলিশ) এটিকে সরকার বিরোধীদের নির্যাতন এবং আটকে রাখার কেন্দ্র হিসেবে ব্যবহার করত, অন্তত ৯৮ জন এখানে বা এখানকার অত্যাচারের ফলে পরে মৃত্যুবরণ করে [স্প্যানিশ ভাষায়]। | Foi usado pelo DINA (polícia secreta) como um centro de prisão e tortura para os opositores do regime, pelo menos 98 deles que morreram lá ou depois [de soltos] [es]. |
27 | এই ভবনের সামনে কোবেল পাথরে নিহতদের নাম খোদাই করা আছে [ জার্মানীর স্টোলপারস্টাইনের অনুরূপ)। | Na frente do prédio, os nomes das vítimas estão cravados em pedras angulares (parecido comStolperstein na Alemanha). |
28 | তিনি যোগ করেন: | E diz mais: |
29 | প্রথমে আমি দেওয়ালের অবস্থা থেকে খানিকটা বিস্মিত হয়েছিলাম, কিন্তু যখন আমি দেখলাম সে সময় সেটা কৃত্রিম ভাবে ঝক্ঝকে রাখা হয়েছে তখন নিঃসন্দেহে বিষয়টিকে অনেক বেশী যৌক্তিক মনে হল। | A princípio eu fiquei surpresa com o estado do muro, mas é claro que faz muito mais sentido vê-lo assim do que todo enfeitado. |
30 | এতে আপনি নিঃসন্দেহে অনেক বেশী উপলব্ধি করতে পারবেন সে স্থানে যে অত্যাচার সংঘঠিত হয়েছে সে ব্যাপারে; যদিও এই বিষয়টি ভাবতে সত্যি অবিশ্বাস্য লাগে যে স্থানটি কতটা কেন্দ্রীয় এক এলাকায় অবস্থিত। | Assim você entende muito melhor todo o sofrimento que aconteceu ali; embora seja realmente maravilhoso pensar em como esse lugar é central. |
31 | ইলোভেচিলি. সিএল লিখেছে যে উচ্চস্বরে ক্লাসিক্যাল সঙ্গীত ভেসে আসার কারণে এই ভবনটি পরিচিত ছিল- যখন আপনি উপলদ্ধি করবেন যে এই সঙ্গীত আসলে কোন বিষয়টি চাপা দেওয়ার জন্য বাজানো হত, তখন আপনার গা শিউরে উঠবে। | Ilovechile.cl diz que o prédio era conhecido pela música clássica que vinha dele - é bem assustador perceber o que toda aquela música pretendia esconder. |
32 | ১১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে লন্ড্রেস ৩৮। | Londres 38 no dia 11 de setembro de 2013. |
33 | ছবি ফ্লিকারের সিজার কাস্টিলোর, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে (সিসি বাই-এনসি-এনডি ২. | Foto publicada por César Castillo o Flickr sub licença Creative Commons (CC BY-NC-ND 2.0) |
34 | ০)। ৩. লামনেডা | 3. La Moneda |
35 | লা মনেডা হচ্ছে চিলির রাষ্ট্রপতি ভবন, ছবি ফ্লিকার ব্যবহারকারী এ১অবোস লাইফ-এর, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে (সিসি বাই-এনসি-এনডি ২. | La Moneda, palácio presidencial do Chile. Foto publicada por Alobos Life no Flickr so licença Creative Commons (CC BY-NC-ND 2.0) |
36 | ০)। একই সাথে লিলিয়ে চিলির রাষ্ট্রপতি ভবন নিয়ে লেখা একটি পোস্ট অর্ন্তভুক্ত করেছে, যেখান ১১ সেপ্টেম্বর ২০১৩ সালের সেই অভ্যুত্থানের সময় বোমা ফেলা হয়েছিল। | Lillie escreveu também sobreo palácio presidencial do Chile[en], que foibombardeado durante o Golpe em 11 de setembro de 1973. |
37 | ডেমোক্রাসিটিজে এই বোমাবর্ষণ নিয়ে ফ্রান্সিসকো ভেরগারা পেরুচিয়ে লিখেছে : | Sobre os bombardeios, Francisco Vergara Perucich diz: |
38 | এই ভবন যেটিকে জাতীয় স্বাধীনতা এবং প্রজাতন্ত্রের এক প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, যা সামাজিক অগ্রযাত্রার এক নির্মিত প্রকাশ, তা জাতি এবং সংবিধানের আনুগত্যের শপথ নেওয়া স্বদেশী সামরিক বাহিনির সদস্যদের দ্বারা সম্পূর্ণ প্রজ্বলিত এবং ধ্বংস হয়। | Este prédio, considerado um símbolo da independência nacional e da tradição republicana, uma expressão viva da progressão social, foi completamente queimado e destruído pelas próprias forças militares que juraram lealdade à nação e à sua constituição. |
39 | কল্পনা করুন যে দুটি এফ-১৬ বিমান হোয়াইট হাউজ কিংবা দুটি টাইফুন বিমান বাকিংহাম প্রাসাদ ধ্বংস করছে… এমন এক দৃশ্য যা বিশ্বাস করা সত্যি কঠিন। | Imagine dois F-16s bombardeando a Casa Branca, ou dois tufões atacando o palácio de Buckingham… Uma cena realmente difícil de se acreditar. |
40 | এই হামলা ছিল প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক যুগের ইতি টানার এক চিহ্ন। | Esse ataque foi o marco do fim de uma era republicana e democrática. |
41 | সামরিক অভ্যুত্থানের ৪০ বছর পরে, লা মনেডা। | Quarenta anos desde o golpe militar. |
42 | ছবি ফ্লিকারের হাই শাশির, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে (সিসি বাই-এনসি-এনডি ২. | La Moneda. Foto por Hi Sashi publicada no Flickr sob licença Creative Commons (CC BY-NC-ND 2.0) |
43 | ০)। ৪. নিখোঁজদের স্মৃতিফলক | 4. Memorial pelos Desaparecidos |
44 | রাজনৈতিক কারণে যারা গ্রেফতার, নিখোঁজ কিংবা খুন হয়েছে, তাদের জন্য এক স্মৃতিফলক। | Memorial pelos que foram detidos, pelos que desapareceram e pelos que foram executados por razões políticas. |
45 | ছবি ফ্লিকার ব্যবহারকারী নুয়েভাসান্তিয়াগোর, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে (সিসি বাই-এনসি-এনডি ২. | Foto de Nuevasantiago publicado no Flickr sob licença Creative Commons (CC BY-NC-SA 2.0) |
46 | ০)। লিলিয়ে তার সান্তিয়াগোর স্মৃতি নামক সিরিজ পোস্টের শেষটিতে “নিখোঁজ হয়ে যাওয়াদের স্মৃতিফলকের” কথা উল্লেখ করেছে। এটি একটি বিশাল পাথরের দেওয়াল যার মাঝে ঘটনার শিকার ব্যক্তিদের নাম খোদাই করা হয়েছে। | Em sua última postagem da série sobre os locais de memória de Santiago, Lillie menciona o Memorial pelos Desparecidos:”uma grande parede de pedra onde estão cravados os nomes da vítimas”. |
47 | তিনি ব্যাখ্যা করেন যে এই স্মৃতিচিহ্নটি একটি করবস্থানের ভেতরে অবস্থিত : | Ela explica que a parte interior do Memorial é um cemitério: |
48 | আমি সব সময় স্মৃতিচিহ্নকে, প্রকৃত পক্ষে জীবন সাজানোর একটি অংশ হিসেবে দেখতে ভালবাসি। | Eu sempre gosto muito de ver memoriais, eles fazem parte do tecido da vida. |
49 | এই ক্ষেত্রে, স্মৃতিফলকের নিচে অনেক লেখা, ছবি, ছোট ছট চিহ্ন, ফুল এবং এ রকম জিনিসে পূর্ণ। | Este memorial tem, em sua base, várias notas, fotos, plaquinhas, flores e coisas do tipo. |
50 | এটি একটি বিনম্র স্থান, কিন্তু তা এক কবরস্থানে অবস্থিত। | É um lugar sombrio mas, afinal, é um túmulo. |
51 | এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর আগে ঘটনার শিকার ব্যক্তিদের পরিবারের শোক প্রকাশের জন্য কোথাও কোন জায়গা ছিল না এবং তাদের জীবনকে চিহ্নিত করার কোন স্থান ছিল, এখন তাদের তা রয়েছে আর তারা রাজধানীর প্রধান কবরস্থানকে দেশের ইতিহাসের অংশ হিসেবে গ্রহণ করেছে। | O importante é que antes essas vítimas não tinham nenhum lugar onde suas famílias pudessem ir para chorar e lembrar delas, mas agora elas têm e esão reconhecidas no principal cemitério da capital como sendo parte da história do país. |
52 | রাউল ভালদেজ স্টোলটেজ। | Raúl Valdés Stoltze. |
53 | নিখোঁজ ব্যক্তিদের স্মৃতিফলক। | Memorial pelos Desaparecidos. |
54 | ছবি ফ্লিকারের পল লউরির, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে প্রকাশ করা হয়েছে (সিসি বাই ২. | Foto postada por Paul Lowry no Flickr sob licença Creative Commons (CC BY 2.0) |
55 | ০)। ল্যাটিন আমেরিকার স্মৃতি এবং মানবাধিকার সম্বন্ধে আরো জানতে লিলির ব্লগে প্রবেশ করুন। | Para mais postagens sobre a memória e os direitos humanos na América Latina, visite o blogda Lillie. |
56 | আপনি তার টুইটার একাউন্ট @লিলিয়ে_ল্যাংট্রাই-এ প্রবেশ করতে পারেন। | Você pode também segui-la no twitter: @Lillie_Langtry. |
57 | ৫. জাতীয় স্টেডিয়াম | 5. Estádio Nacional |
58 | Chile's চিলির জাতীয় স্টেডিয়াম ছবি উইকিমিডিয়া কমন্সের ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স-এর অধীনে তা ব্যবহার করা হয়েছে (সিসি বাই ২. | O Estádio Nacional do Chile. Foto por Wikimedia Commons, publicada sob licença Creative Commons (CC BY 2.0) |
59 | ০)। সবশেষে আমরা চিলির সান্তিয়াগোর আরো একটি স্থানকে স্মরণের জন্য যুক্ত করব। এটি হচ্ছে জাতীয় স্টেডিয়াম ( এস্টাডিও নাসিওনাল স্প্যানিশ), যা বন্দী এবং নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত। | Finalmente, gostaríamos de incluir mais um local de recordações em Santiago, no Chile: Estádio Nacional, que foi usado com um centro de detenção e tortura. |
60 | গ্লোবাল পোস্টে যেমনটা পাসকাল বোনেফোয় ব্যাখ্যা করেছেন, “ হিসেবে অনুসারে সেখানে বন্দীরা সংখ্যা ছিল ৭,০০০ থেকে ২০,০০০ জন, যার মধ্যে ১,০০০ জন ছিল নারী। | Pascale Bonnefoy explica no Global Post[en]:”Estima-se que o número total de prisioneiros esteja entre 7 mil e 20 mil, incluindo cerca de mil mulheres. |
61 | […] সাইক্লিং ট্র্যাকে, প্রশাসনিক ভবনে, করিডোরে এবং মাঠে অত্যাচার সংঘঠিত হয়েছিল। | […] As torturas aconteceram na pista de ciclismo, nos escritórios administrativos, nos corredores e nos campos. |
62 | স্টেডিয়ামে ঠিক কতজন মানুষ নিহত হয়েছিল অথবা সেখান থেকে অদৃশ্য হয়েছিল তার কোন সঠিক তথ্য নেই”। | Não há como afirmar categoricamente quantas pessoas foram mortas ou desapareceram do estádio.” |
63 | ১১ সেপ্টেম্বর, ২০১৩ -এ জাতীয় স্টেডিয়ামে ৪০ বছর পর বন্দীদের স্মরণ করা। | Lembrando os prisioneiros 40 anos depois, em 11 de setembro de 2013 no Estádio Nacional. |
64 | ছবি ফ্লিকারের ট্রিনকাডো। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে প্রকাশ হয়েছে (সিসি বাই ২. ০)। | Foto publicada por Pablo Trincado no Flickr, sob licença Creative Commons(CC BY 2.0) |