Sentence alignment for gv-ben-20120905-30178.xml (html) - gv-por-20120820-34173.xml (html)

#benpor
1ইকুয়েডরের রাজনৈতিক আশ্রয়ে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জEquador Concede Asilo a Fundador do WikiLeaks Julian Assange
2অনেক প্রত্যাশার পরে ইকুয়েডর ঘোষণা করেছে যে তারা উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় প্রদান করবে।Depois de muito suspense [en], o Equador anunciou que irá conceder asilo político [en] ao fundador do WikiLeaks Julian Assange.
3১৬ই আগস্ট, ২০১২ তারিখ ইকুয়েডরের স্থানীয় সময় দুপুর ১টা এবং লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টায় ইকুয়েডরীয় পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনো এই ঘোষণা দেন।O ministro de Relações Exteriores do Equador Ricardo Patiño fez o anúncio às 7 horas da manhã, horário do Equador - 13h no horário de Londres - no dia 16 de agosto de 2012.
4এসাঞ্জের জন্যে ন্যায়বিচার যেমন ব্যাখ্যা করেছে:Conforme o site Justiça para Assange [en] explica:
5বর্তমানে অ্যাসাঞ্জ ইকুয়েডরীয় দূতাবাসের সুরক্ষার অধীনে রয়েছেন।Assange se encontra atualmente sob a proteção da embaixada do Equador.
6উইকিলিকসে তার কাজের মাধ্যমে জনস্বার্থে সত্য তথ্য প্রকাশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে নিগ্রহ, নির্যাতন বা মৃত্যুর একটি সুপ্রতিষ্ঠিত আশংকায় তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।Ele pediu asilo com base em seus temores de ser perseguido, torturado ou condenado à morte nos Estados Unidos, devido à publicação de informação verídica envolvendo assuntos de interesse público através do seu trabalho com o WikiLeaks.
7নাগরিক সাংবাদিক জেমস আলবারি (@আলবারিজে) লন্ডনের ইকুয়েডরীয় দূতাবাসের বাইরে থেকে সরাসরি-ঘটনাপ্রবাহ জানাচ্ছেন।O jornalista cidadão James Albury (@alburyj) tem transmitido um live-stream direto do exterior da embaixada do Equador em Londres.
8টুইটার অ্যাকাউন্ট অ্যাসাঞ্জের জন্যে ন্যায়বিচার (@সুইডেনবনামঅ্যাসাঞ্জ) লিখেছে:O perfil no Twitter do site Justiça para Assange (@swedenvsassange) escreveu:
9@সুইডেনবনামএসাঞ্জ: ১কোটি ৩০লক্ষ লোকের লাতিন আমেরিকার একটি দেশে সমগ্র বিশ্বের জনগণের জানার অধিকার সুরক্ষার একটি সিদ্ধান্ত নিয়েছে।@swedenvsassange: Um país latino-americano com 13 milhões de habitantes tomou a decisão de proteger o direito de toda a população mundial de saber a verdade.
10#অ্যাসাঞ্জ#assange
11১৬ই আগস্ট, ২০১২ তারিখে লন্ডনের ইকুয়েডরীয় দূতাবাসের বিপরীত দাঁড়িয়ে থাকা গণমাধ্যম।A imprensa postada em frente à embaixada do Equador em Londres no dia 16 de agosto de 2012.
12ছবি সি লি, কপি স্বত্ত্ব ডেমোটিক্স।Foto por See Li, copyright Demotix.
13ঘোষণাটির অব্যবহিত পরেই প্রতিক্রিয়া ব্যক্ত করে যুক্তরাজ্যের পররাষ্ট্র এবং কমনওয়েলথ দপ্তর (@বৈদেশিকদপ্তর) :O Escritório de Relações Exteriores e da Commonwealth do Reino Unido (@foreignoffice) reagiu imediatamente ao anúncio:
14@বৈদেশিকদপ্তর: জুলিয়ান #অ্যাসাঞ্জকে #ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে - আমরা ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতিতে হতাশ।@foreignoffice: Estamos dcepcionados com o comunicado do ministro de Relações Exteriores do Equador de que o #Equador ofereceu asilo político a Julian #Assange.
15@বৈদেশিকদপ্তর: যুক্তরাজ্যের কর্তৃপক্ষের কাছে জনাব অ্যাসাঞ্জের আবেদনের সমস্ত সুযোগ শেষ হওয়ায় আমাদের আইন অনুসারে (আমরা) তাকে সুইডেনে প্রত্যাবাসিত করতে বাধ্য@foreignoffice: De acordo com as nossas leis, tendo o sr. Assange exaurido todas as possibilidades de apelo, as autoridades britânicas são obrigadas a extraditá-lo para a Suécia
16@বৈদেশিকদপ্তর: আমরা সেই বাধ্যবাধকতা পালন করবো।@foreignoffice: Nós iremos cumprir com a nossa obrigação.
17ইকুয়েডরীয় সরকারের আজ বিকেলের সিদ্ধান্তটি সেটার কোন পরিবর্তন ঘটাবে না।A decisão do governo do Equador esta tarde não muda isso.
18#অ্যাসাঞ্জ#Assange
19@বৈদেশিকদপ্তর: প্রত্যাবাসন আইনের বাধ্যবাধকতা পালনের সুযোগ দেয় এমন একটি সমঝোতামূলক সমাধানের জন্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।@foreignoffice: Seguimos determinados a encontrar uma solução negociada que nos permita cumprir com as nossas obrigações sob o Ato de Extradição.
20#অ্যাসাঞ্জ#Assange
21এই সব টুইটের জবাবে উইকিলিকস (@উইকিলিকস) লিখেছে:Em resposta a esses tweets, o WikiLeaks (@wikileaks) escreveu:
22@উইকিলিকস: অবশ্যই এটা একটা চালাকি মাত্র।@wikileaks: O que, é claro, tem outro lado.
23যুক্তরাজ্যের জাতিসংঘের শরণার্থী (রাজনৈতিক আশ্রয়) অর্থাৎ উদ্বাস্তু অধিকার এবং এর অন্যান্য চুক্তি স্বীকারের একটি আবশ্যিক বাধ্যবাধকতা রয়েছে।O Reino Unido tem a obrigação de reconhecer o asilo, os direitos de refugiados e outros acordos firmados com a ONU.
24গতকাল ১৫ই আগস্ট ইকুয়েডর যুক্তরাজ্যের পক্ষ থেকে একটি চিঠি পাওয়ার পর থেকে ইকুয়েডরসহ সারা বিশ্বের নেটনাগরিকরা বিষয়টি নিয়ে আলোচনা করছে।Internautas do Equador e de todo o mundo têm discutido o tema desde o dia 15 de agosto, quando o Equador recebeu uma carta do Reino Unido.
25বিবিসি রিপোর্ট অনুসারে পাতিনো বুধবার জানিয়েছেন: “আজকে আমরা যুক্তরাজ্যের কাছ থেকে লিখিত একটি প্রকাশ্য হুমকি পেয়েছি যে আমরা জুলিয়ান অ্যাসাঞ্জকে হস্তান্তর না করলে তারা লন্ডনে আমাদের দূতাবাসে জোর করে ঢুকে পড়তে পারে।”Patiño declarou na quarta-feira, conforme reportou a BBC [en]: “Hoje recebemos uma ameaça explícita do Reino Unido, por escrito, de que eles invadiriam a nossa embaixada em Londres se nós não entregarmos Julian Assange.”
26উইকিলিকস এই হুমকিটির বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে যাতে উল্লেখ করা হয়েছে যে:O WikiLeaks divulgou [en] uma declaração [en] sobre a ameaça, ressaltando que:
27দূতাবাসের পবিত্রতার বিরুদ্ধে অসদাচরণ একটি একতরফা ও লজ্জাজনক কর্ম এবং বিশ্বব্যাপী দূতাবাস সুরক্ষার ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন।Qualquer transgressão contra a integridade da embaixada é um ato unilateral e vergonhoso, e uma violação da Convenção de Viena, a qual protege as embaixadas no mundo todo.
28এই চিঠিটির খবর প্রকাশিত হওয়ার পরে জ্যাকব এপলবৌম (@আইওভুল) অ্যাসাঞ্জকে সমর্থনের জন্যে লন্ডনের জনগণের প্রতি আহবান জানান:Depois que a notícia sobre a carta se espalhou, Jacob Appelbaum (@ioerror) convocou quem estivesse em Londres a apoiar Assange:
29@আইওভুল: আপনি কী লন্ডনে আছেন?@ioerror: Você está em Londres?
30জুলিয়ান অ্যাসাঞ্জ, #উইকিলিকস এবং সর্বত্র রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের অধিকার সমর্থন করার জন্যে ইকুয়েডরীয় দূতাবাসে চলে যান!Vá à embaixada do Equador para apoiar Julian Assange, o #wikileaks e os direitos dos que buscam asilo em todo o mundo!
31ইতোমধ্যে মানবাধিকার এবং পররাষ্ট্রনীতি বিষয়ক লেখক এবং বিশ্লেষক জশ শাহরিয়ার (@জেশাহরিয়ার) টুইট করেছেন:Enquanto isso, o escritor e analista de direitos humanos e política internacional Josh Shahryar (@JShahryar) tuitou:
32@জেশাহরিয়ার: জুলিয়ান #অ্যাসাঞ্জ এর ভক্ত নই, তবে লন্ডনে ইকুয়েডরীয় দূতাবাসে জোর করে ঢুকে পড়ার ব্রিটিশ হুমকি এমন লজ্জা এবং ন্যক্কারজনক যে তা ভাষায় প্রকাশ করার মতো নয়।@JShahryar: Não sou nenhum fã do Julian #Assange, mas a ameaça britânica de invadir a embaixada do Equador em Londres é vergonhosa e nojenta para além do que palavras podem expressar.
33১৬ই আগস্ট, ২০১২ তারিখে একজন পুলিশ লোকটিকে ইকুয়েডরীয় দূতাবাস থেকে আরো দূরে সরে যেতে বলছে।Um policial pede ao homem que se afaste da embaixada do Equador, em 16 de agosto de 2012.
34ছবি সি লি, কপিস্বত্ত্ব ডেমোটিক্স।Foto por See Li, copyright Demotix
35ইকুয়েডর অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিবে একথা ঘোষণা করার পরে ইকুয়েডরের গুয়াকুইল থেকে ব্যবহারকারী @রবার্টটিটো১৯৯১ [স্প্যানিশ ভাষায়] লিখেছেন:Após o Equador anunciar que concederia asilo a Assange, o usuário @robertito1991 [es] de Guayaquil, Equador, escreveu:
36@রবার্টটিটো১৯৯১ [স্প্যানিশ ভাষায়]: ইকুয়েডর হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনকে তাদের নিজস্ব কিছু ঔষধ প্রদানকারী বিশ্বের সবচেয়ে বিখ্যাত দেশ #এসিলোএসাঞ্জ @লেজিওনজেজে @এনোনোপশিসপ্যানো@robertito1991 [es]: O Equador é o país mais famoso no mundo por dar aos EUA e ao Reino Unido uma colherada do seu próprio remédio #AsiloAssange @LegionJJ @anonopshispano
37তবে সব ইকুয়েডরবাসী এই খবরে সন্তুষ্ট নয়। @জিয়ান্নিমক [স্প্যানিশ ভাষায়] এবং ফার কাসকান্তে (@ফারকাসকান্তে) [স্প্যানিশ ভাষায়] এর মতো কেউ কেউ আবার মিডিয়ার সঙ্গে রাষ্ট্রপতি রাফায়েল কোড়িয়ার ঝঞ্ঝাপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেছেন:Mas nem todos os equatorianos ficaram felizes com a notícia, e alguns relembraram o relacionamento tumultuado do presidente Rafael Correa com a mídia, como @GiannyMoc [es] e Fer Cascante (@FerCascante) [es]:
38@ফারকাসকান্তে [স্প্যানিশ ভাষায়]: খোদার দোহাই, আমরা কোন দেশে বসবাস করি?@FerCascante [es]: Pelo amor de Deus, em que país vivemos?
39তারা #এসিলোঅ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, তবে তারা সংবাদপত্রের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না। কী রকম স্ববিরোধিতা এটা!Eles concedem #AsiloAssange e não respeitam a liberdade de expressão, que contradição!
40এলিয়াস সুয়ারেজের মতো অনেকে (@স্ল্যাশজার) [স্প্যানিশ ভাষায়] সন্দিহান:Outros, como Elías Suárez (@Slashzer) [es], se mostraram desconfiados:
41@স্ল্যাশজার [স্প্যানিশ ভাষায়]: কোড়িয়া এমন কিছু চায় যা অ্যাসাঞ্জের কাছে আছে, এবিষয়ে কোন সন্দেহ নেই।@Slashzer [es]: Correa quer algo que Assange tem, não duvidem.
42অথচ ইকুয়েডরের কিউয়েন্সা এলাকার ডেভিড জিমেনেজ আবাদের (@ডেভিডজিমেনেজএ৯৩) [স্প্যানিশ ভাষায়] মতো অন্যরা উদযাপন করছে আর অভিবাদন জানাচ্ছে ইকুয়েডর সরকারকে:No entanto, outros estão comemorando e parabenizando o governo equatoriano, como David Jimenez Abad (@DavidJimenezA93) [es], de Cuenca, Equador:
43@ডেভিডজিমেনেজএ৯৩ [স্প্যানিশ ভাষায়]: ভাল কথা যে আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার না করে ইকুয়েডর অ্যাসাঞ্জ #এসিলোএসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে।@DavidJimenezA93 [es]: É bom que o Equador esteja concedendo #AsiloAssange e não cedendo a pressões internacionais.
44নিরাপত্তা গবেষক দিলান বেরেসফোর্ড (@ডি১এন) উল্লেখ করেছেন যে এই মামলাটি এখনো শেষ হয়নি:Como o pesquisador de segurança Dillan Beresford (@d1n) ressalta, este caso não está encerrado:
45@ডি১এন: এটা এখনো শেষ হয়নি।@d1n: Ainda não acabou.
46*উচিৎ* হলেও রাজনৈতিক আশ্রয় জুলিয়ান অ্যাসাঞ্জকে ইকুয়েডরে নিরাপদ অনুপ্রবেশের নিশ্চয়তা দিবে না।Asilo político *deveria*, mas não garante uma passagem segura de Julian Assange para o Equador.
47সম্প্রতি দি গার্ডিয়ানের সরাসরি কাভারেজ উল্লেখ করেছে যে “সুইডেন অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় প্রদান করাকে ‘অগ্রহণযোগ্য' আখ্যায়িত করে ইকুয়েডরের রাষ্ট্রদূতকে স্টকহোমে তলব করেছে।”A cobertura ao vivo do jornal The Guardian [en] relatou que “a Suécia convocou seu embaixador para Estocolmo, qualificando o asilo concedido a Assange como ‘inaceitável.'”