Sentence alignment for gv-ben-20130602-35588.xml (html) - gv-por-20130305-41315.xml (html)

#benpor
1ভেনেজুয়েলাঃ হুগো শাভেজ মারা গেছেনVenezuela: Faleceu Hugo Chávez
2আজ সন্ধ্যায়, ভাইস-প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হুগো শাভেজ ফ্রিয়াসের মৃত্যু সংবাদ ঘোষণা করেন।Na tarde de hoje (5 de março), o vice-presidente Nicolás Maduro informou o falecimento do presidente da Venezuela, Hugo Chávez Frías.
3প্রেসিডেন্ট শাভেজ ২০১০ সাল থেকে ক্যান্সারে ভুগছিলেন এবং কিউবায় এর জন্য চারবার চিকিৎসা নেন।O presidente Chávez sofria de câncer desde 2010 e foi submetido a diversos tratamentos na ilha de Cuba em ao menos 4 oportunidades.
4২০১২ সালের ৭ অক্টোবর, নির্বাচনে জয়লাভের পর, যা তাকে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিশ্চিত করেছে, তিনি ডিসেম্বরে ঘোষণা দেন যে তাকে আরেকটি অস্ত্রোপচারের জন্য কিউবা যেতে হবে।Depois de ganhar as eleições de 7 de outubro de 2012, que asseguraria um mandato de 2013 até 2019, Chávez anunciou em dezembro que deveria voltar a Cuba para realizar outra cirurgia.
5৮০ দিনেরও বেশি সময় পর্যন্ত তিনি মিডিয়ার সামনে আসেন নি, শ্বাস-প্রশ্বাসের জটিলতা ও ক্যান্সার বৃদ্ধির কারণে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে।Mais de 80 dias depois, nos quais não apareceu para as câmeras, seu estado de saúde piorou devido a complicações respiratórias e ao avanço da doença.
6টুইটার ব্যবহারকারীরা মাদুরোর ঘোষণার সাথে সাথেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।Os usuários do Twitter reagiram imediatamente ao anúncio de Maduro.
7@মারুজাতারে [es] লিখেছেন:@marujatarre escreveu:
8@মারুজাতারে: মানুষটি মারা গেলেন এবং এক কাহিনী শুরু হল, এটি অপরিহার্য।@marujatarre: Muere el hombre y comienza la leyenda, eso es inevitable.
9হুগো শাভেজ ফ্রিয়াস, ক্রিয়েটিভ কমন লাইসেন্সের অধীনে বারনার্ডো লনডয়ের সৌজন্যে (সিসি বিওয়াই-এনসি-এসএ ২.@marujatarre: Morre o homem e começa a lenda, é inevitável.
10০) মারডি (@মারডিসিয়েন্টা) [es] শাভেজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেনঃMardi (@mardicienta) mostra gratidão a Chávez:
11@মারডিসিয়েন্টা: আমার সেনানী, আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য কখনোই আপনাকে ধন্যবাদ দেয়া সম্ভব নয়।@mardicienta: Uma vida inteira não será suficiente para te agradecer pelo que você fez por nós, meu comandante.
12আপনার বিপ্লবের বীজ সর্বদা প্রস্ফুটিত থাকবে!O que você plantou florece nesta Revolução de amor!
13এর মধ্যে @লাডিভাইনাডিভা [es] ঘোষণা দিয়েছেঃEnquanto @LaDivinaDiva declara:
14@লাডিভাইনাডিভা: এবং আশা করা যায় যে এখন আমরা অপ্রয়োজনীয় সাহসিকতা বাদ দিয়ে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব বুঝতে পারব@LaDivinaDiva: Espero que todos entendamos que é tempo de abrir mão de confrontos inecessários e tratemos de resolver em paz e harmonia as diferenças
15হুগো শাভেজ ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভেনেজুয়েলায় ক্ষমতাসীন ছিলেন।Hugo Chávez governou a Venezuela desde 1999 até 2013.
16তিনি ৪টি প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন এবং নতুন সংবিধান প্রতিষ্ঠা করেন।Ganhou 4 eleições presidenciais e promoveu uma nova Constituição.
17তার সাম্রাজ্যবাদ-বিরোধী সরকার পদ্ধতি সারাবিশ্বে পরিচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমালোচিত, যদিও তার দেশ যুক্তরাষ্ট্রের তেলের উৎস ছিল।Seu modo de governar ficou conhecido mundialmente por sua ideologia anti-imperialista bastante crítica com os Estados Unidos, ainda que continuasse a prover seu inimigo de petróleo.
18তিনি ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের মধ্যে সংহতির জন্য কিছু প্রস্তাব দিয়েছিলেন।Também promoveu diversas propostas de integração regional na América Latina e no Caribe.
19নিজের দেশে, তার শাসনামলে উচ্চমূল্যে তেল রপ্তানির মাধ্যমে অর্জিত অর্থ দেশের দরিদ্র জনগণের জন্য জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে ব্যয় করেন।Internamente dedicou boa parte de suas políticas públicas para favorecer as classes mais pobres com o investimento social propiciado pela renda do petróleo e seus altos preços durante seus anos de governo.
20ভেনেজুয়েলায় শাভেজ সমর্থক ও বিরোধীদের দ্বন্দ্বের কারণ হিসেবে উল্লেখিত বিভক্ত রাজনীতিনিয়ে আলোচনা অপরিহার্য, যা দুই দ্বন্দ্বমুখর অবস্থার পরিপ্রেক্ষিতে বহু বিষয়কে জটিল করে তুলেছে।Na Venezuela é inevitável falar da polarização política [en] que dividiu durante todos estes anos os venezuelanos entre chavistas e antichavistas, o que dificulta a compreensão sobre muito do que acontecia no país porque sempre havia os dois pontos de vista se contrapondo.
21তারপরও, প্রেসিডেন্টের মৃত্যু এক জাতীয় শোক পালনের সময়।De qualquer forma, a morte do Presidente é um momento de luto nacional.