Sentence alignment for gv-ben-20130922-39089.xml (html) - gv-por-20131007-47182.xml (html)

#benpor
1১৯৮৮ সালে গণ মৃত্যুদণ্ড কার্যকরের ২৫ বছর পরও ইরান এখনও নিহতদের স্মরণ করেApós 25 anos, Irã ainda é assombrado pelas execuções em massa de 1988
2খাভারান সমাধিক্ষেত্র, ছবি মেমোরিয়াল ফেসবুক পাতা থেকেCemitério de Khavaran, foto do memorial na página do Facebook
3পঁচিশ বছর আগে, ইরানের ইসলামী প্রজাতন্ত্র হাজার হাজার ইরানী রাজনৈতিক বন্দীর মৃত্যুদন্ড কার্যকর করে এবং অচিহ্নিত গণকবর বিশেষ করে দক্ষিণ তেহরানের খাভারানে তাঁদের সমাহিত করে।25 anos atrás, milhares de prisioneiros políticos iranianos foram executados [en] pela República Islâmica e enterrados em valas comuns anônimas, especialmente em Khavaran [en], no sul de Teerã.
4কয়েকটি শহরে মাস ব্যাপী সেই হত্যাকাণ্ড অব্যাহত থাকলেও, ৩১ আগস্ট তারিখটি হত্যাকাণ্ডের বার্ষিকী হিসেবে গণ্য করা হয় এবং নিহতদের আত্মীয় এবং বন্ধুরা এই দিনে তাঁদের স্মরণ করে।Embora a matança tenha continuado por meses em diversas cidades, 31 de agosto é considerado como o dia de aniversário e a data sempre é comemorada por parentes e amigos das vítimas.
5এই বছর হত্যাকাণ্ডের ২৫ তম বার্ষিকী উপলক্ষে খাভারান কবরস্থানের নামবিহীন কবরের ওপর বিদেশ ভিত্তিক ইরানী মিডিয়া এবং নেটিজেনরা উভয়েই বিশেষ ফিচার, টুইট, পোস্ট, চলচ্চিত্র ও রিপোর্ট প্রকাশ করে।Este ano, para o 25º aniversário, a mídia iraniana sediada fora do país e internautas publicaram várias reportagens especiais, tweets, posts, filmes e relatos sobre a vala comum anônima no cemitério de Khavaran.
6১৯৮৮ সালের নিহতদের নিবেদন করে একটি ফেসবুক পাতাও খোলা হয়েছে।Há também uma página do Facebook [fa] dedicada às várias vítimas de 1988.
7মৃত্যুদন্ড কার্যকর করা ​​সংখ্যাগরিষ্ঠরা বিপ্লবী আদালতে অন্যায্য বিচারের মাধ্যমে তাদের রাজনৈতিক কার্যকলাপের জন্য কারাগার বন্দি ছিলেন।A maioria dos executados estava cumprindo pena por suas atividades políticas depois de julgamentos injustos em tribunais revolucionários.
8কিন্তু তারা কেউ মৃত্যুদন্ডে দন্ডিত ছিলেন না।Mas eles nunca haviam recebido a sentença de morte.
9হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মত মানবাধিকার সংস্থার চাপ সত্ত্বেও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুদণ্ড কার্যকর করার কথা এখনও স্বীকার করেনি।Apesar da pressão de organizações de direitos humanos como a Human Rights Watch [en] e a Anistia Internacional, o governo iraniano nunca reconheceu oficialmente as execuções.
10​​গ্র্যান্ড আয়াতুল্লাহ মন্তাজেরি যিনি সম্ভবত ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা গ্র্যান্ড আয়াতুল্লাহ খামেনির দ্বারা প্রতিস্থাপিত হয়েছিলেন, একবার এই হত্যাকাণ্ডের সমালোচনা করেন, কিন্তু তারপর তা আবার এড়িয়ে যান।O aiatolá Montazeri, que deveria substituir o aiatolá Khomeini, fundador da República Islâmica, chegou, certa vez, a criticar os assassinatos em massa, e foi denunciado e afastado.
11এই বছর নিহতদের পরিবারের সদস্যদের তাদের প্রিয়জনের জন্য খাভারানে স্মৃতিচারণা করার অনুমতি দেওয়া হয়।Este ano, familiares receberam permissão para participar de uma cerimônia para seus entes queridos em Khavaran.
12শাবেকে আনারহিস্ট (“নৈরাজ্যবাদ নেটওয়ার্ক”) খাভারানের নির্যাতিতদের জন্য একটা পেইন্টিং শেয়ার করেছেন এবং লিখেছেন, বর্তমান বিচার মন্ত্রী মোস্তফা পওর মহাম্মাদি, বন্দীদের নিয়মানুগ বর্জন ক্রম সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।Shabeke Anarshist (“rede anarquista”) compartilhou [fa] uma pintura pelas vítimas de Khavaran e escreveu que Mostafa Pour Mohammadi, atual Ministro da Justiça, desempenhou um papel central em ordenar a eliminação sistemática de prisioneiros.
13অনেক নেটিজেন ২০১০ সাল থেকে খাভারানে থাকা একজন শোকাতুর মহিলার একটি ভিডিও শেয়ার করেছেন।Diversos internautas compartilharam um vídeo de 2010, mostrando uma mulher de luto em Khavaran.
14জার্মানি সহ ইসলামী প্রজাতন্ত্রের বিভিন্ন দেশের ইরানিরা দিনটিকে “কালোদিন” বলে অভিহিত করেছেন এবং সেখানকার অংশগ্রহণকারীরা বলেছেন, “এই অপরাধকে বিস্মৃত হতে দিতে চাই না”।Em vários países, iranianos lembraram um dos dias mais negros da República Islâmica, como na Alemanha, onde os participantes disseram que “não querem que este crime seja esquecido.”
15http://www.youtube.com/watch?list=UUnkDnqZCTEFXSKxZGLpAzoQ&feature=player_detailpage&v=P5dOKp9jYCchttp://www.youtube.com/watch?list=UUnkDnqZCTEFXSKxZGLpAzoQ&feature=player_detailpage&v=P5dOKp9jYCc
16টুইটারেও অনেক প্রতিক্রিয়া ছিলো।No Twitter, também houve reações.
17নিরাপত্তা বাহিনী নিহতদের আত্মীয়স্বজনকে মৃত্যুদণ্ড কার্যকরের স্মৃতিরক্ষা করতে দিচ্ছে না।As forças de segurança não permitiram aos familiares que celebrassem os executados.
18আমাদের পায়ের নীচে মৃত্যুদণ্ড কার্যকর করা হাজার হাজার তরুণদের সমাধিস্থ করা হয়।Sob nossos pés, milhares de jovens executados estão enterrados. Artigo traduzido por Caio Marinho