# | ben | por |
---|
1 | ছবিঃ ব্রাজিলে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে শত শত নাগরিক গ্রেফতার | Brasil: Escalada de protestos contra aumento do preço do transporte público |
2 | [সকল লিঙ্কের প্রবন্ধ পর্তুগীজ ভাষায় লিখিত] ১৩ জুন বৃহস্পতিবারে চতুর্থ ফ্রি ফেয়ার মুভমেন্ট (অবাধ ন্যায্য ভাড়া আন্দোলন) নামক আন্দোলন অনুষ্ঠিত হয়, সাও পাওলোর এই আন্দোলনপুলিশের দমনের শিকার হয়, যেখানে পুলিশ আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য মরিচের গুড়া, রবার বুলেট এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। | A quarta manifestação, nesta quinta-feira, 13 de junho, do Movimento Passe Livre em São Paulo, foi reprimida com spray de pimenta, bala de borracha e bomba de gás pela polícia. |
3 | সাম্প্রতিক এক সংবাদ অনুসারে এই আন্দোলন চলাকালীন সময়ে অন্তত ২৩৫ জনকে আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। | |
4 | ৩ থেকে [প্রায় ১১২ টাকা] ৩. ২০ ব্রাজিলিয়ান লিরা [ প্রায় ১২০ টাকা] বাস ভাড়া বৃদ্ধি করার কারণে লাগাতার চলতে থাকা এই আন্দোলনের এক অংশ হিসেবে প্রায় ৫০০০ নাগরিক পৌর নাট্যকেন্দ্রের সামনে সমাবেত হয়। | Cerca de 5 mil manifestantes se reuniram em frente ao Teatro Municipal para continuar série de protestos contra o aumento da tarifa de ônibus de R$3,00 para R$3,20 na cidade. |
5 | বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ৬ জুন থেকে এই আন্দোলন চলছে, যা কিনা চারদিন আগে প্রয়োগ করা শুরু হয়েছে। | Os protestos acontecem desde o dia 6 de junho em resposta ao aumento que entrou em vigor desde o último dia 2 do mês. |
6 | ইতোমধ্যে এই আন্দোলন আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। | O caso já ganhou repercussão internacional. |
7 | সংগঠিত করার জন্য এই আন্দোলন একটি ফেসবুকের পাতা ব্যবহার করেছে এবং এই আন্দোলন অন্যান্য প্রাদেশের রাজধানী শহরেও ছড়িয়ে পড়েছে, যে সব শহরেও গণ পরিবহনের ভাড়া বৃদ্ধির কারণে প্রতিবাদ শুরু হয়। | O movimento tem utilizado a página do Facebook para se organizar. As demonstrações têm ecoado por outras capitais de estados brasileiros que também demandam que não haja aumento no preço do transporte público. |
8 | সাংবাদিক এবং অন্যান্য মতামত প্রদানকারী নেতারা জাতীয় প্রচার মাধ্যমে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা করছে, এদিকে নাগরিকরা ইন্টারনেটে তাদের মতামত প্রকাশ করছে। | Jornalistas e formadores de opinião debatem na mídia nacional, enquanto brasileiros têm se manifestado pela internet. |
9 | প্রতিবাদকারীরা যারা তাদের বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশের নির্মমতার শিকার হয়েছে, তাদের গভর্ণর জেরার্ল্ডো এ্যালকামিন তাদের “বর্বর” বলে অভিহিত করেছেন এবং মেয়র ফার্নান্দো হাদ্দাহ (বর্তমানে যিনি প্যারিসে অবস্থান করছেন) তাদের সমালোচনা করেছে। | Chamados de vândalos pelo Governador Geraldo Alckmin e também criticados pelo Prefeito Fernando Haddad que se encontram em Paris, manifestantes sofreram violência física durante protestos. Governo do estado e prefeitura de São Paulo afirmaram que vão manter o reajuste. |
10 | এ সব সত্ত্বেও রাজ্য এবং পৌর প্রশাসন নিশ্চিত করেছে যে তারা বর্ধিত মূল্য বজায় রাখবে। | De acordo com últimas notícias, pelo menos 235 pessoas foram presas durante as manifestações. |
11 | নীচের এই ভিডিও প্রদর্শন করছে যে সংবাদ কর্মীদের উপর পুলিশ হামলা চালাচ্ছে | A imprensa foi agredida durante o protesto como pode ser visto em vídeo abaixo. |
12 | সাও পাওলো | EM SÃO PAULO |
13 | শহরের রাস্তার দৃশ্য পর্যবেক্ষনের জন্য রাখা নিরাপত্তা ক্যামেরার ফুটেজের মাধ্যমে অন্যান্য বিক্ষোভের সাথে কনসোলাকাও সড়কের বিক্ষোভের দৃশ্য দেখা যাবে, আর সম্ভবত তাতে কনসোলাকাও সড়কের বিক্ষোভের দৃশ্য সরাসরি অবলোকন করা যাবে। | |
14 | ও কে নাও সাই না টিভি (তারা টিভিতে যে দৃশ্য দেখায়নি) নামক ওয়েবসাইট এই বিক্ষোভের ঘটনাবলীকে অনুসরণ করছিল এবং রিয়েল টাইমে পোস্ট করছিল। | Através das câmeras que monitoram as ruas da cidade de São Paulo é possível ver a manifestação da Rua da Consolação. |
15 | বিক্ষোভকারীরা একটি পোস্টার হাতে ধরে ছিল, যেখানে লেখা ছিল, যারা তাদের কাক্ষিত লক্ষ্যের জন্য লড়াই করে না… তাহলে তাদের ঘটনাক্রমে যা অনিবার্য তা মেনে নেওয়া উচিত। | O site O que não sai na tv está fazendo a cobertura em tempo real da manifestação em São Paulo. |
16 | ছবি ভিনসিয়াস ভিক্টোরিনো/ওকেনাওসাইনাটিভি. টাম্বলার. | Foto: Vinicius Victorino/ oquenaosainatv.tumblr.com |
17 | কম-এর। এই বিক্ষোভে হাজার হাজার নাগরিক রাস্তায় নেমে এসেছে। | Bombas de efeito moral na Avenida Paulista Foto: Lais Peterlin/http:/oquenaosainatv.tumblr.com |
18 | ছবি ভিনসিয়াস ভিক্টোরিনো/ওকেনাওসাইনাটিভি. টাম্বলার. | NO RIO DE JANEIRO |
19 | কম-এর। অন্যান্য এলাকার সাথে পাওলিস্তা এভিনিউতেও পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। | Manifestantes ocupam todo o entorno da Assembléia Legislativa do Estado do Rio de Janeiro. |
20 | ছবি পেটারলিন/এইচটিটিপিঃ/ওকেনাওসাইনাটিভি. টাম্বলার. | Foto Pedro Rajão/Facebook. |
21 | কম-এর। রিও ডে জেনেইরো | PIMENTA VS VINAGRE |
22 | রিও ডি জেনেইরোর রাষ্ট্রীয় ভবনের আশে পাশের এলাকা বিক্ষোভকারীরা দখল করে নেয়। | |
23 | ছবি প্রেদ্রো রাজাও-এর/ তার ফেসবুকের পাতা থেকে নেওয়া। | |
24 | মরিচ বনাম ভিনেগার | |
25 | ব্রাজিলিয়ান নেট নাগরিকরা হ্যাশট্যাগ#পিমেয়ান্তাভাসভিনাগ্রে (মরিচ বনাম ভিনেগার) মাধ্যমে টুইটারে বিক্ষোভ প্রদর্শন করছে। উক্ত হ্যাশট্যাগের শব্দসমূহ বিক্ষোভকারীদের উপর পুলিশের নির্বিচারে মরিচের গুঁড়া ছিটানো এবং এর প্রভাবে কয়েকজন বিক্ষোভকারীর ভিনেগারে ভেজানো জামা বা ব্যান্ডানা ওরফে রূমাল ব্যবহারের ঘটনাকে তুলে ধরছে। | Pelo Twitter os brasileiros estão se manifestando através da hashtag #pimentavsvinagre devido ao uso indiscriminado do spray de pimenta pelos policiais e o uso de vinagre em um tecido próximo ao rosto para reduzir os efeitos desse spray pelos manifestantes. |
26 | আরেকটি আলোচিত হ্যাশট্যাগ হচ্ছে #কনসোলাকাও, যে রাস্তায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। | Outro hashtag é o #Consolação onde está acontecendo a manifestação em São Paulo, neste momento um trendtopic. |
27 | সাও পাওলোর বাসিন্দা গাব্রিয়েলা রেইমবার্গ (@গাবিরেইমবার্গ) টুইট করেছে: | Moradora de São Paulo Gabriela Reimberg (@gabyreimberg) tuitou: |
28 | @গাবিরেইমবার্গ:মরিচ বনাম ভিনেগারের লড়াই-এ, ব্রাজিল, নিজেকে দেখিয়ে দাও#পেপারভাসভিনেগ্রা | @gabyreimberg: Brasil mostra a tua cara #pimentavsvinagre |
29 | বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি লুইস সালসিচা (@লুইসসালসিচা) বলেছেন: | O publicitário Luis Salsicha (@LuisSalsicha) disse: |
30 | @গাবিরেইমবার্গ:আশা করি যে এই সমস্ত বিক্ষোভ এখানেই শেষ হবে না…এখন সময় এসেছে (বিশ্বকে) দেখানোর যে (আসলে) দেশটি কার! | @LuisSalsicha: e que esses manifestos não parem por aqui… hora de mostrar de quem é esse país! |
31 | পিপারভাসভিনেগার | #pimentavsvinagre |
32 | ব্লগার রাফায়েল তাকানো (@তেলেফোনে) মন্তব্য করেছে: | O blogueiro Rafael Takano (@telefone) comentou: |
33 | @তেলেফোনে:ফোটোগ্রাফার এবং কনসোলাকাও ও মারিয়া আন্তোনিয়া সড়ক সংযোগস্থলে অবস্থিত পেট্রল পাম্প লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে আর এখন আরো ছোড়া হচ্ছে…http://fb.me/2SpxemWOX | @telefone: Bombas em direção de fotógrafos e do posto de gasolina no cruzamento entre consolação e Maria Antônia. |
34 | অবাধ ন্যায্য ভাড়া আন্দোলনের ফেসবুকের পাতায় অনলাইন বিক্ষোভের অংশ হিসেবে ব্রাজিলিয়ানরা পাসে লিভ্রে এসপি (সাও পাওলোতে বিনে ভাড়ায় যাতায়াত) বিষয়ক মন্তব্য পোস্ট করছে। | Agora mais… http://fb.me/2SpxemWOX Na página do movimento Passe Livre no Facebook, brasileiros postam comentários Passe Livre SP para se manifestarem online. |
35 | এই সামাজিক আন্দোলনের পোস্টসমূহের প্রতিটি পোস্টে গড়ে প্রায় ১০০০টির মত প্রতিউত্তর এসেছে, যেমন সোমবার, ১৭ জুন তারিখে পঞ্চম বিক্ষোভ প্রদর্শনের এই আহ্বান সম্বলিত পোস্টে, এমনটাই ঘটেছে। | Os posts do movimento tem recebido em média 1000 comentários dos internautas. Como essa chamada para uma quinta manifestação na próxima segunda-feira, dia 17. |
36 | লুইস হেনরিকে এই পোস্ট লেখায় সহযোগিতা করেছে, আর বানান সংশোধন করেছে মেলিসা মান | Este post teve a colaboração de Luis Henrique. |