Sentence alignment for gv-ben-20140724-44211.xml (html) - gv-por-20140719-54824.xml (html)

#benpor
1ইথিওপিয়ায় জোন নাইন-এর ব্লগাররা সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্তBlogueiros do coletivo Zone 9 são acusados de terrorismo na Etiópia
2জোন নাইন-এর ব্লগার জেলালেম কিবরেত, এডোম কাসাইয়ে এবং বেফাকদু হালিলু।Blogueiros do coletivo Zone 9: Zelalem Kibret, Edom Kasaye e Befeqadu Hailu.
3অনুমতিক্রমে ছবি প্রকাশিত হয়েছে।Fotos usadas com permissão.
4গতকাল ইথিওপিয়ার লিডেটা উচ্চ আদালত নয়জন ব্লগার এবং সাংবাদিক, যার মধ্যে চারজন গ্লোবাল ভয়েসেস-এর সদস্য, সন্ত্রাসবাদ এবং এই সংক্রান্ত কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত করেছে।Nove blogueiros e jornalistas, quatro deles membros do Global Voices, foram acusados ​​de terrorismo e atividades relacionadas ontem perante o Tribunal Superior de Lideta, na Etiópia.
5তাদের ২৫ এবং ২৬ এপ্রিলে আদ্দিস আবাবায় গ্রেফতার করা হয় এবং কারাগারে পাঠানো হয়, যারা “ মানবাধিকার প্রতিষ্ঠান হিসেবে দাবী করা বিদেশী সংগঠনের সাথে কাজ করা এবং … সামাজিক প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে জনতাকে প্ররোচিত করার জন্য অর্থ গ্রহণ”-এর মত অনানুষ্ঠানিক অভিযোগ-এর ভিত্তিতে এতদিন কারাগারে বন্দী রয়েছে।Detidos e presos em Addis Abeba em 25 e 26 de abril, eles estavam desde então atrás das grades devido a acusações informais como “trabalhar com organizações estrangeiras que se dizem ativistas de direitos humanos e… de receber financiamento para incitar a violência pública através das redes sociais”.
6এই শুনানীর আগে নোটিশ পাঠানোর ক্ষেত্রে অভিযুক্তদের আইনজীবী এবং পরিবারকে যথেষ্ট সময় প্রদান করা হয়নি, আর এ কারণে যখন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়, সে সময় অভিযুক্তদের কোন আইনজীবী সেখানে উপস্থিত ছিল না।Os advogados e familiares dos acusados ​​não foram informados previamente sobre a audiência e, portanto, não houve representação legal quando as acusações foram anunciadas.
7অভিযুক্তদের ঘনিষ্ঠদের সাহায্যে পরিচালিত জোন নাইন ট্রায়াল ট্রাকার ব্লগ সংবাদ প্রদান করেছে যে ইথিওপিয় সরকার যে সমস্ত অভিযোগ এনেছে তার মধ্যে রয়েছে “সন্ত্রাসী” সংগঠন হিসেবে চিহ্নিত প্রতিষ্ঠানের সাথে কাজ করা; ইমেইল সঙ্কেত-এ আবদ্ধ রাখার প্রশিক্ষণে অংশগ্রহণ এবং “গুপ্ত সংগঠন” সংগঠিত করা।O blog que acompanha o julgamento do caso Zone9, escrito por fontes próximas aos réus, informou que dentre as acusações estão a cooperação com organizações consideradas “terroristas” pelo governo da Etiópia; participação de um treinamento sobre criptografia de e-mail; e “organização secreta”.
8ব্লগারদের আইনজীবী সংবাদ মাধ্যম এএফপি-কে জানিয়েছেন, এই সকল অভিযোগের কোন “উপযুক্ত ভিত্তি” নেই।O advogado dos blogueiros disse à AFP que as acusações não têm nenhuma “substância crível”.
9টুইটারে #ফ্রিজোননাইনব্লগারস হ্যাশটাগের মাধ্যমে বিশ্বের এই সমস্ত ব্লগারের সমর্থকরা এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।Apoiadores em todo o mundo expressaram indignação quanto as acusações no Twitter, sob a hashtag #FreeZone9Bloggers.
10ইথিওপিয়ার প্রাক্তন এক হিউম্যান রাইটস ওয়াচ প্রতিনিধি ইউসেফ মুলুগেটা খুব কাছ থেকে এই মামলা অনুসরণ করছে, তিনি টুইট করেছেন:Yoseph Mulugeta, ex-representante da Human Rights Watch na Etiópia que tem acompanhado de perto o caso, disse no Twitter:
11১৯ পাতার সাজানো এক অভিযোগ, কিন্তু তাতে জোন নাইন-এর ব্লগারদের নাম উল্লেখ করা হয়নি।19 páginas fabricadas de acusações, mas nenhuma menção do Zone9 por nome.
12এমনকি একবারও নয়।Nem mesmo uma.
13নিঃসন্দেহে এই পরিচয়, তাদের বাক স্বাধীনতা, শত্রুদের আতঙ্কিত করেছে।A marca certamente assusta os inimigos da liberdade de expressão #FreeZone9Bloggers
14২০০৯ সালে কার্যকরী হওয়ার পর, ইথিওপিয়ার বিতর্কিত সন্ত্রাস বিরোধী আইন, দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক বিষয়ক সংবাদিকদের কাছে অতি পরিচিত হয়ে উঠেছে।Promulgada em 2009, a polêmica lei anti-terrorismo da Etiópia é, infelizmente, familiar para os jornalistas políticos do país.
15এসকিনদার নেগা এবং রিয়াত আলেমু একই অভিযোগে অভিযুক্ত এবং ২০১১ সাল থেকে আদ্দিস আবাবার কালিয়াতি কারাগারে বন্দী।Os jornalistas Eskinder Nega e Reeyot Alemu enfrentaram a mesma acusação e estão encarcerados na prisão Kalaity de Addis Ababa desde 2011.
16সরকারি আইনজীবী স্রেফ এই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করেছে যে ব্লগাররা ইউরোপ এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক রাজনৈতিক দলের কাছ থেকে প্রশিক্ষণ এবং অর্থনৈতিক সুবিধা গ্রহণ করেছে।A promotoria teria emitido a acusação com base em acusações de que os blogueiros teriam recebido treinamento e apoio financeiro de dois grupos políticos etíopes com sede na Europa e os EUA.
17ট্রায়াল ট্রাকার উল্লেখ করছে যে আদর্শিক ভাবে দুটি দল একেবারে ভিন্ন।O blog que acompanha o julgamento observa que os dois grupos são ideologicamente diferentes.
18সংবাদপত্র থেকে প্রাপ্ত সংবাদ অনুসারে, যেহেতু উক্ত ব্লগার এবং সাংবাদিকরা সম্মিলিত ভাবে জোন নাইন-এ ব্লগিং করে, সে কারণে একই সাথে গুপ্ত ভাবে নিজেদের সংগঠিত করার দায়ে তাদের অভিযুক্ত করা হয়েছে, বিশেষ করে উক্ত দল দ্বারা পরিচালিত জোন নাইন ব্লগের গণমুখী স্বভাব এবং কর্মকাণ্ডের কারণে বলা যায়, তা এক বিভ্রান্তিমূলক অভিযোগ।De acordo com notícias na imprensa, os blogueiros e jornalistas foram também acusados de organizar-se clandestinamente como o coletivo blogueiro Zone9, uma acusação intrigante, dada a natureza pública do blog do Zone9 e atividades levadas a cabo pelo grupo.
19৮ আগস্ট তারিখে উক্ত দলের এক শুনানী ধার্য করা হয়েছে।A data de julgamento do grupo é 8 de agosto.
20এই মামলার তাজা সংবাদ এবং কি ভাবে জোন নাইন-এর ব্লগারদের সমর্থন করা যাবে, সে বিষয়ে জানার জন্য ট্রায়াল ট্রাকার ব্লগে প্রবেশ করুন।Visite o blog Trial Tracker Blog para saber das últimas notícias do caso e encontrar maneiras de apoiar o Zone9ers.
21জোন নাইন ব্লগারদের মুক্ত কর নামক প্রচারণা।Imagem da campanha Liberdade para os Blogueiros do Zone9.
22তৈরী করেছেন হুগ ড' আন্দ্রেদা। ছবি রিমিক্স করেছেন হিশাম আলমিরাত।Criada por D'Andrade, remixada por Hisham Almiraat.