Sentence alignment for gv-ben-20110202-15143.xml (html) - gv-por-20110126-14920.xml (html)

#benpor
1আরব বিশ্ব: “ফিলিস্তিনের আবেদ রাবো কাতারের ঘাড় চেপে ধরার চেষ্টা করছেন”Mundo Árabe: Palestino “Abed Raboo vai na jugular catariana”
2ফিলিস্তিনের আবেদ রাবো কাতারের উপর এক পুরোদস্তুর আক্রমণ পরিচালনা শুরু করেছেন।O palestino Abed Raboo lança um ataque de grande escala contra o Catar
3এই সমস্ত দলিলের মধ্যে রয়েছে মেমো, ই-মেইল, ম্যাপ, গোপন মিটিং-এর এর লিখিত আলোচনা, উচ্চ পর্যায়ে বিভিন্ন তথ্য বিনিময়ের দলিল, কৌশলগত কাগজ এবং এমনকি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করা তথ্য এবং এসব নথি ১৯৯৯ সাল থেকে ২০১০ সালের মধ্যে এই সব ঘটনা ঘটেছে এবং কয়েকটি ফাইল একসাথে করে প্রকাশ করা হয়েছে এবং এগুলো নতুন অনেক ঘটনা উন্মোচন করেছে ।Os Palestinian Papers [Papéis Palestinos, en], um vazamento que contém mais de 1.600 documentos internos de uma década de negociações de paz com Israel, criou um furor online, após ser liberado pela Al Jazeera do Catar. A polêmica continua ao passo que palestinos negam o conteúdo e o contexto do vazamento e lançam um ataque de larga escala contra o Catar.
4*পূর্ব জেরুজালেমে ইজরায়েলিদের অবৈধ বসতি স্থাপন করার ইচ্ছা ফিলিস্তিনি কর্তৃপক্ষের মেনে নেওয়া, এবং হারাম আল শরিফের/টেম্পেল মাউন্টের ব্যাপারে (বায়তুল মোকাদ্দাস) “সৃষ্টিশীল” হবার ইচ্ছা; *শরণার্থী এবং তাদের ফিরে আসার অধিকারের বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের আপোষ করার প্রস্তুতি নিয়েছিল; *ইজরায়েলের সাথে নিরাপত্তা বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সহযোগিতার বিস্তারিত বিবরণ; *২০০৯ সালের শেষ দিকে ইজরায়েলি এবং আমেরিকান কর্তৃপক্ষের সাথে গোপন আলোচনা, সে সময় জাতি সংঘে গ্ল্যাডস্টোন রিপোর্ট নিয়ে আলোচনা চলছিল।Os documentos, que abrangem memorandos, emails, mapas, minutas de reuniões privadas, relatos de trocas de alto nível, documentos de inteligência e até mesmo apresentações de powerpoint que datam de 1999 a 2010, estão sendo liberados em lotes, e revelam novos detalhes sobre: * disposição da Autoridade Palestina para admitir assentamentos ilegais de Israel em Jerusalém Oriental, e de ser “criativo” sobre o status do Haram al-Sharif/Temple Mount; * os compromissos que a Autoridade Palestina estava preparada para fazer a respeito do retorno dos refugiados palestinos; * detalhes sobre a cooperação de segurança entre a Autoridade Palestina e Israel * e trocas privadas entre negociadores palestinos e norte-americanos no final de 2009, quando o Relatório Goldstone foi discutido nas Nações Unidas.
5ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস এর ঊর্ধ্বতন কর্মকর্তা ইয়াসেন আবেদ রাবো এই নথি ফাঁসের ঘটনা নিয়ে রামাল্লায় এক সাংবাদিক সম্মেলনে এই বিষয় নিয়ে কথা বলেন।O auxiliar sênior do presidente palestino Mahmood Abbas, Yasser Abed Rabbo, realizou coletivas de imprensa em Ramallah para falar sobre os vazamentos, que foram acompanhados de perto por internautas em toda a região.
6এই অঞ্চলের বিভিন্ন নেট নাগরিকরা নিবিড়ভাবে এই সম্মেলনের উপর নজর রেখেছিল।Em particular, usuários do Twitter tomaram nota dos ataques de Abed Rabbo no Catar, na sede da Al Jazeera.
7বিশেষ করে টুইটারকারীরা আবেদ রাবোর এই আক্রমণের ঘটনায় তথ্য সংগ্রহ করে।Dos Emirados Árabes Unidos, Mishaal Al Gergawi escreveu [en]:
8আবেদ রাবো কাতারকে আক্রমণ করেছিল।Abed Raboo vai na jugular catariana.
9তথ্য ফাঁস করা প্রতিষ্ঠান আল জাজিরার মূল অফিস এই কাতারেই।Do mesmo país, o escritor Sultan Al Qassemi acompanhou de perto as coletivas de imprensa, citando Rabbo.
10সংযুক্ত আরব আমিরাত থেকে মিশাল আল গারগাওয়ি উল্লেখ করছে: আবেদ রাবো কাতারের ঘাড় চেপে ধরছে:No seu tweet, Abed Rabbo é citado acusando o Catar de “dividir o mundo árabe” [en]:
11সংযুক্ত আরব আমিরাতের লেখক সুলতান আল কাসেমি এই সংবাদ সম্মেলনের উপর নিবিড় ভাবে নজর রেখেছিলেন।Abed Rabbo “E como Sua Alteza o Emir do Catar está dividindo o mundo árabe em diferentes grupos” #PalestinePapers
12তিনি রাবোর এক উদ্ধৃতির কথা উল্লেখ করেছেন।Em outro tweet, Al Qassemi acrescenta [en]:
13এই টুইটে উল্লেখ করা হয়েছে যে আবেদ রাবো কাতারের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, তারা “আরব বিশ্বকে বিভক্ত করে ফেলছে”। আবেদ রাবো “ কিভাবে কাতারের আমির আলাদা আলাদা সম্প্রদায়ে আরব বিশ্বকে বিভক্ত করছে#প্যালেস্টাইনপেপারস।Abed Rabbo está lançando um ataque indireto ao governo do Catar com suas referências aos que estão por trás da Al Jazeera e aos que a financiam”
14আরেকটি টুইটে, আল কাসেমি যোগ করেছেন:O jordaniano Ali Abunimah escreve:
15আবেদ রাবো উল্লেখ করেছে “যারা আল জাজিরার পেছনে রয়েছে এবং যারা তাদের অর্থ সাহায্য করছে”, এর মাধ্যমে পরোক্ষ ভাবে সে কাতার সরকারের প্রতি অভিযোগের আঙ্গুল তুলে ধরছে।Abed Rabbo, da AP, está agora lançando um ataque em larga escala ao Catar e seu Emir, que não têm nada a ver com os #palestinepapers
16জর্ডানের নাগরিক আলি আবুনিমাহ উল্লেখ করেছে:Abbas Al Lawati, de Omã, concorda [en]:
17ফিলিস্তিনি আবেদ রাবো কাতার এবং তার আমিরের উপর এক পূর্ণোদ্যমে আক্রমণ চালিয়ে যাচ্ছেন, যে আমিরের সাথে এই সব ফিলিস্তিনি নথিপত্র ফাঁসের কোন সম্পর্ক নেই#প্যালেস্টাইনিপেপারস।
18ওমানের আব্বাস আল লাওয়াতি উপরের বক্তব্যের সাথে একমত:Abed Rabbo está tomando como pessoal e atacando o Catar #palestinepapers
19আবেদ রাবো ব্যক্তিগত পর্যায়ে কাতারকে আক্রমণ করছে #প্যালেস্টাইনপেপারস।O palestino @Falasteeni exclama:
20প্যালেস্টাইনিয়ান@ফিলিস্তিনি বিস্মিত: কি বিচিত্র এক বিষয়, আবেদ ইয়াসের বলছে যে, আলজাজিরা সকল কিছু বাইরে থেকে সংগ্রহ করেছে..O tolo do Abed Yasser diz que a Aljazeera tirou tudo do contexto… hum, idiota, os documentos completos estão disponíveis online para todo mundo ver
21হুম. নির্বোধ, সকলে যাতে দেখতে পায় তার জন্য সকল নথি অনলাইনে সহজে পাওয়া যাচ্ছে।O egípcio @3arabawy reforça que o cantor egípcio Tamer Hosni teria se saído melhor:
22মিশরীয় নাগরিক @৩আরবওয়ে মন্তব্য করেছে যে মিশরীয় গায়ক হোসনি তামার এর চেয়ে ভালো ভাবে কোন অনুষ্ঠান প্রদর্শন করতে সক্ষম:
23তামার হোসনি নামক গায়ক আবেদ রাবোর চেয়ে অনেক ভালো ভাবে অনুষ্ঠান প্রদর্শন করতে সক্ষম।Tamer Hosni teria tido uma melhor performance que Abud Rabbo na ocasião.
24আমি বুঝাতে চাইছি আপনার এমন একজনের প্রয়োজন, যে লাফাতে এবং শরীর দোলাতে পারে #প্যালেস্টাইনপেপারস।Quero dizer, você precisa de alguém que possa se mover e rebolar.
25এবং @ড্রাডি এর সাথে যোগ করেছে:#palestinepapers E @draddee adiciona:
26পাসপক্স: আমরা দেখতে চাই, কাতারের আমির ইজরায়েল এবং ইরানের সাথে যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করেছে এবং আরব প্রতিবেশীদের উপর নজর রাখছে, সেই সব নথি প্রকাশ করে নিজের স্বচ্ছতা তুলে ধরুক।PASpox: Gostaríamos que o amir do Catar mostrasse transparência revelando o papel do Catar na colaboração com Israel&Irã e espionando vizinhos árabes
27প্যালেস্টাইনি কর্তৃপক্ষের অভিযোগ, বাইরে থেকে এসব নথি গ্রহণ করা হয়েছে তার জবাবে মিশরীয় ফুসতাত ঠাট্টাচ্ছলে মন্তব্য করছে:Sobre as acusações da Autoridade Palestina de que os documentos foram colocados fora do contexto, o egípcio @fustat reflete:
28ইয়াসের আবেদ রাবোর মতে #প্যালেস্টাইনিয়ান পেপারস সঠিক নথি নয়, তাহলে একজন বিস্মিত হতে পারে রাবো, সায়েব এরকাত-এর মত ব্যক্তিদের মতে কোন জিনিসটি সঠিক।?Alguém poderia se perguntar como o contexto certo dos #PalestinePapers deveriam ser de acordo com Yasser Abed Raboo, Saeb Erakat et al?
29টুইটারে আরো আলোচনার জন্য, #প্যালেস্টাইনপেপারস হ্যাশট্যাগটি অনুসরণ করুন।Para mais conversas no Twitter, siga a hashtag #PalestinePapers
30ছবির জন্যে কৃতজ্ঞতা: সুলতান আল কাসেমির।Crédito da Foto: Sultan Al Qassemi