Sentence alignment for gv-ben-20110709-18665.xml (html) - gv-por-20110710-22845.xml (html)

#benpor
1টোগো: ছাত্রদের পাঁচ সপ্তাহের বিক্ষোভের পর ক্ষণভঙ্গুর শান্তি চুক্তিTogo: Tréguas Frágeis Emergem Depois de Cinco Semanas de Protestos Estudantis
2পূর্ব আফ্রিকার দেশ টোগোর শিক্ষার্থীরা উন্নত শিক্ষা ব্যবস্থার দাবীতে যে সংগ্রাম অব্যাহত রেখেছেন আজ তা পঞ্চম সপ্তাহে উপনীত হয়েছে, সাময়িকভাবে এ যুদ্ধংদেহী অবস্থা প্রশমিত হলেও রাজধানী লোমে-তে এখনো উত্তেজনা বিরাজ করছে।No Togo, país de África ocidental, a luta dos estudantes por melhores condições na educação atingiu agora a sua 5ª semana [en], e apesar da recente trégua, tensões seguem elevadas na capital Lomé.
3মুভমেন্ট পুর লোপেনিউসিমেন্ট দেস এটুদেন্টস টোগোলীজ- মিট (টোগোর ছাত্রদের দাবী পুরণ করার জন্য আন্দোলন)-এর আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভে শান্তির সুবাতাস বইছে বলে মনে হয়। গত ৩০ জুন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সংগঠনের সভাপতির পদ টি পরিবর্তন করতে চাইলে ছাত্রদের দাবীর মুখে তা পুনর্বহাল [ ফরাসী ভাষায়] করা হয়।Um vento apaziguador parecia ter soprado nas demonstrações organizadas pelo Mouvement pour l'Épanouissement des Étudiants Togolais - MEET (Movimento pela Realização dos Estudantes Togoleses), quando os estudantes tentaram obter das autoridades a reintegração [fr] do presidente da associação estudantil em 30 de junho.
4লোমে বিশ্বিবিদ্যালয়ের একজন ছাত্র আবু সেইডু এর আগে ক্যাম্পাসে সমস্যা সৃষ্টি করলে, তাকে বহিস্কার করা হয়।Abou Seidou, estudante da Universidade de Lomé, havia sido anteriormente expulso por alegações de ter causado problemas no campus.
5ধারণা করা হয়েছিল তাকে পুনর্বহালের ফলে সমঝোতার পথ উন্মুক্ত হবে।A reintegração era esperada para abrir caminho para negociações.
6প্রতীকি এ জয় লাভের পর মিট-এর পক্ষ থেকে ১ জুলাই, ২০১১, শুক্রবারের বিক্ষোভ বাতিল করা হয়, তা সত্বেও শিক্ষার্থীদের একাংশ সরকারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় এবং বিক্ষোভ করে।Apesar desta primeira vitória simbólica, e apesar do subsequente chamado do MEET para que não houvesse manifestação na sexta-feira, 1º de julho de 2011, uma parcela da população estudantil decidiu manter a pressão contra o governo e saiu em protesto.
7১ জুলাই, ২০১১ টোগোর রাজধানী লোমেতে এক বিক্ষোভ প্রদর্শিত হয়।A manifestação de 1º de julho de 2011 em Lomé, Togo.
8ছবি মরগান কলপট বেল্লো'র, তার ফেসবুক থেকে নেওয়া।Imagem de Morgan Coolpot Bello no Facebook.
9চার্লস লে বন, স্থানীয় এক ব্লগার ১ জুলাই-এর ঘটনার বিষয়ে বর্ণনা দিয়ে একটি পোষ্ট লিখেছেন [ফরাসী ভাষায়]।Charles Le Bon, um blogueiro local [fr], descreveu os eventos de 1º de julho em um post no dia seguinte.
10তার এই পোস্টের সূত্রমতে:Segundo ele:
11শঙ্কা রয়েছে যে , এটা হয়ত একটা কৃষ্ণ শুক্রবারে পরিণত হবে, সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং মানবাধিকার রক্ষা সমিতির সমর্থনের কথা বিবেচনা করে, সরকার মিটের সভাপতির ছয় বছরের বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয়।Temendo que este dia fosse ser uma sexta-feira negra, tendo visto o apoio da quase totalidade dos partidos políticos, da sociedade civil e das organizações de defesa dos direitos do homem, o governo voltou atrás em 30 de junho na decisão de excluir por seis (6) anos o presidente do MEET.
12১লা জুলাই এক ভয়াবহ সংঘর্ষের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয় যেখানে দেখা যায় নিরাপত্তা রক্ষীরা একদল ছাত্রকে প্রহার করছে, সিলভিয়া কমবেই নামের টোগোর সাংবাদিক তা ইউটিউবে পোস্ট করে।Uma cena violenta que mostra forças de segurança batendo em estudantes foi gravada em 1º de julho e publicada no YouTube em 4 de julho por Sylvio Combey, um jornalista togolês.
13কমবেই দাবী করেছে যে, এই ভিডিও ধারণ করার সময় নিরাপত্তা রক্ষীরা তাকে প্রহার করেছে।Combey alega também ter sido espancado por forças públicas enquanto filmava o vídeo.
14এই ভিডিও শুরু হবার পর ২৫ সেকেণ্ডের সময় আপনারা শুনতে পাবেন একজন পুলিশ তাকে ফরাসী ভাষায় বলছে, “যেন সে তার ক্যামেরা দিয়ে দেয়, সে তা করতে অস্বীকার করে, সে বলে “কেন, আমি তা দেব, কারণ আমি তো আমার কাজ করছি?”:No minuto 0:25 pode-se ouvir um policial pedindo em francês para que ele entregue a câmera, a que o jornalista se recusa a fazer, dizendo “Por quê, porque estou trabalhando?”:
15তবে টোগোর ছাত্রদের মূল যে দাবী, উন্নত শিক্ষার পরিবেশ, শিক্ষাবৃত্তির সংখ্যা এবং পরিমাণ বৃদ্ধি করা, তা পুরণ করা হয়নি।Por enquanto, estudantes togoleses ainda não tiveram êxito em suas principais demandas para melhores condições de educação - entre elas, estão o aumento e o pagamento de suas bolsas de estudo.