Sentence alignment for gv-ben-20090326-2063.xml (html) - gv-por-20090311-2230.xml (html)

#benpor
1চায়না: ফেরারী আসামী এখন ব্লগিং করছে?China: o fugitivo mais procurado, agora bloga?
2কিভাবে আলোচিত একজন ফেরারী হয়েছেন:Caminho até o fugitivo mais procurado [En]
3সর্বকালের বৃহৎ চোরাচালানি চক্রের হোতা লাই চ্যাংঝিঙ একজন ঐতিহাসিক অপরাধী, এবং চীনের একজন বিতর্কিত ব্যক্তিও বটে যার সংস্থার অর্থের পরিমাণ ১০০০ কোটি টাকা।Como idealizador da maior rede de contrabando jamais existente, cuja empresa totaliza 10 bilhões de dólares, Lai Changxing [En] é um criminoso legendário, assim como uma figura pública controversa da China.
4কেন্দ্রীয় সরকার তার রাজত্ব সমূলে নির্মূল করার সিদ্ধান্ত গ্রহণ করল যখন তখন কানাডায় পালিয়ে যাবার পূর্বে সে সমৃদ্ধ সাগর পারের শহর জিয়ামিনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসাবে বিবেচিত হত।Antes de fugir para o Canadá, quando o governo central estava determinado a acabar pela raíz com o seu reino, tornou-se, sem sombra de dúvida, o homem mais poderoso em Xiamen, uma rica cidade litorânea.
5সে অগনিত জাকজমকপূর্ণ গাড়ী এবং তেলপূর্ণ ট্যাংকার চোরাচালানী করেছে।Contrabandeou para lá inúmeros carros de luxo e cargas de petróleo equivalentes a muitos tanques.
6কেবল একটি বছর, ১৯৯৭ সালেই সমগ্র চীনের প্রয়োজনীয় তেলের ১০% তেল তার সংস্থার মাধ্যমে আমদানি করা হয়েছিল।Em 1997, num único ano, 10% do petróleo consumido em toda a China foi importado através de sua empresa.
7তারচেয়েও বেশী সিগারেট, রান্নার তেল, টিভি এবং আরও অনেক জিনিসও তার চোরাচালানীর তালিকায় ছিল।Além do petróleo, também cigarros, óleo de cozinha, televisões, e muitos outros itens, estão em sua lista de contrabando.
8শুধুমাত্র গ্রেড স্কুল ডিপ্লোমা পাশ হওয়া সত্ত্বেও সে প্রভাব বিস্তার করত স্থানীয় আমালাদের উপর, দূর্ণীতিতে যুক্ত করত এবং নিয়ন্ত্রণ করত তাদের প্রায় সবাইকেই বিশেষ করে শুল্ক ব্যবস্থার দায়িত্বে যারা ছিল।Embora tenha obtido somente o diploma do primeiro grau, ele intimidou, corrompeu e controlou quase todos os burocratas locais, em particular o sistema alfandegário. É raro na China que o poder de um homem de negócios possa ser maior do que àquele do governo, mas o Senhor Lai parece ser uma exceção.
9চীনে এটা খুবই বিরল যে একজন ব্যবসায়ীর ক্ষমতা সরকারের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।A espantosa riqueza e sua “generosidade” são o segredo.
10কিন্তু জনাব লাই ব্যতিক্রম। অস্বাভাবিক সম্পদ এবং তার মহানুভবতাই ছিল মূল চাবিকাঠি।Ele costumava declarar que “Não temo os funcionários do governo, o que temo é que eles não possuam desejos.”
11সে প্রায়ই বলত যে, “আমি কোন সরকারী ক্যাডারকে ভয় পাইনা, আমি ভয় পাই যখন ক্যাডারদের কোন অভিলাষ থাকেনা।”Desde que um homem possua desejos, para Lai, este homem está sujeito à manipulação.
12লাই এর চিন্তায় বলে, যতক্ষণ পর্যন্ত কোন মানুষের চাহিদা থাকে ততক্ষণ তাকে দিয়ে নিয়ম বহির্ভূত জিনিষ করানো সম্ভব। তার “লাল কক্ষ” নামে একটি আশ্চর্যজনক বাড়ী আছে, যা আসলে একটি আভিজাত ক্লাব যেখানে সে ক্যাডারদের স্বর্গের অনুভূতি পাইয়ে দিত।Ele é proprietário de um prédio misterioso denominado “aposentos vermelhos”, que é, na verdade, um clube de luxo onde ele faz os funcionários se sentirem como se estivessem no paraíso.
13কয়েক বছরেই, লাই সক্ষম হয়েচিল একটা বেশ শক্তিশালী ছত্রছায়া বিস্তার করতে, যা বোঝা যায় কারন তদন্তে ৭০০ কর্মকতাকে পাওয়া গেছে যারা লাইয়ের কাছ থেকে ঘুষ নিয়েছে যাদের মধ্যে আছে বেইজিয়ের গণ নিরাপত্তার প্রতি মন্ত্রী লী জিজহু, জিয়ামেনের উপ মেয়র লান পু।Em poucos anos, Lai conseguiu tecer uma rede protetora tão forte ao seu redor que na investigação descobriu-se que 700 funcionários, dentre eles Li Jizhou, o Ministro para Segurança Pública em Beijing, e Lan Pu, o vice-prefeito de Xiamen, foram subornados por Lai.
14যদি না লাই গণ নিরাপত্তা দপ্তরের কোন বন্ধুর কাছ থেকে ফোন কল পেত, বর্তমানে কানাডায় একজন পলাতক না হয়ে বরং অবশ্যই সে ধরা পড়ত এবং এতদিনে মৃত্যুদন্ডে দন্ডিত হত।Se não fosse uma chamada telefônica de um de seus amigos da Segurança Pública e Lai teria sido capturado e sentenciado à morte, ao invés de se tornar um fugitivo, agora no Canadá.
15তারপর থেকে সে সর্বদাই দেশে ফেরানোর জন্য হুমকিতে থাকে। কানাডায় তার অবস্থানের কারনে চীন-কানাডা সম্পর্কটি একটা স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়ে যাচ্ছে।Desde então, é todo o tempo ameaçado de extradição, Sua estada no Canadá tornou-se um ponto sensível da relação entre a China e o Canadá.
16টাইম তার স্বাক্ষাৎকার নিয়েছে এবং দেখিয়েছে অচেনা বিদেশে তার জাঁকজমকহীন জীবনাবস্থা; যাই হোক সম্প্রতি তার নিজের গল্প বলার ইচ্ছে পোষণ করছে।Tendo perdido a aura original, como é sua vida hoje em dia? TIME o entrevistou [En] e mostra sua vida, já sem deslumbre algum, num país estrangeiro desconhecido; entretanto, mais recentemente, parece que ele mesmo está se preparando para contar suas versões das histórias.
17সে ব্লগ লেখা শুরু করছে।Ele começou a blogar.
18লাই এর ব্লগিং?Lai? Blogando?
19কেবিনেট নামের জনপ্রিয় একটি ডিসকাসন বোর্ড এর একটি পোষ্ট যার নাম “ লাই ব্লগিং করছে, সে কি বলতে চাইছে?”No KDNET, um painel popular de discussão, uma postagem denominada “Lai está blogando, o que ele está tentando dizer?”
20প্রকাশিত হয়েছিল মার্চের ৩ তারিখ, যা দ্রুততর অনেকের মনোযোগ কেড়েছিল।[Zh] apareceu no dia 3 de março, e logo chamou muita atenção.
21লাই চ্যাংঝিঙ এই নামটিই একটি শিরোণাম হওয়ার জন্য যথেষ্ট।O nome Lai Changxing, em si, já é suficiente como manchete.
22১৯৯৯ সালে প্রতিদিনের সংবাদপত্র তার খবরে ভরপুর থাকত।Em 1999, histórias sobre ele quase preenchiam todas as páginas dos jornais diariamente.
23তাকে চিত্রায়িত করা হত একজন ক্ষমার অযোগ্য পাপী হিসাবে। যাইহোক, চীনা আমলাতন্ত্রের অন্ধকার দিকটাও একই ভাবে উন্মোচিত হয়েছে বলে প্রতীয়মান হয়।Ao retratá-lo como pecador imperdoável, no entanto, o lado duvidoso do burocrata chinês parece vir, impiedosamente, à luz .
24এই পোষ্টে, একটি লিংক লোকজনকে ফেসবুকএর মত একটি সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইট এর প্রতি নির্দেশ করে, যাকে বলা হবে দ্যাটস মেট্রো।Na postagem, o link direciona as pessoas para um site social em rede, como o facebook, denominado That'sMetro.
25ফ্যাট-ঝিঙ নামক ব্লগারটির প্রথম পোষ্ট তার জীবনের শুরুর কথা যা সম্পূর্ণ লাই এর জীবনের সাথেই মানানসই।Com o nome de Fat-Xing, a primeira postagem [Zh] do blogueiro é sobre sua vida na infância, a qual apresenta uma total semelhança com a infância de Lai.
26তার দ্বিতীয় পোষ্ট এখন বেশ আলোচিত, যা একটা ক্ষমাপত্রের মতই, একই সাথে বর্তমানে চীনে চালু ব্যাপক অনিয়ম ও দুর্ণীতির একটি তথ্যচিত্রও বটে।Sua segunda postagem é agora mais conhecida, como se fosse uma apologia, também uma denúncia sobre a corrupção e injustiça em maior escala que ocorre na China atual.
27সে চোরাচালানী বিষয়ে বক্তব্য দেয়।Ele fala sobre contrabando
28আমাকে চোরাচালানি নিয়ে বলতে দিন।Deixe-me falar sobre contrabando.
29আমি বুঝি যে চোরাচালানি হলো কেবল বিদেশ থেকে ভাল জিনিস চীনে নিয়ে আসা।Meu entendimento é de que contrabando existe só para trazer as coisas boas de fora para dentro da China.
30কেউ খারাপ জিনিস চায়না।Ninguém quer coisas ruins.
31প্রায় এক দুই দশক পূর্বে, যা কিছু চোরাচালানি হতো সবই ভাল মানের।Aproximadamente uma ou duas décadas atrás, tudo que era contrabandeado era de alta qualidade.
32জনাব লিউ (চীনের সর্ববৃহৎ কম্পিউটার কোম্পানী লেনোভার হর্তাকর্তা), তোমার কোম্পানীকে কি চোরাচালানী করতে দেখা যায় নি?Sr.Liu (chefe no Lenovo, a maior empresa de computadores da China), sua companhia não depende também de contrabando?
33যদি বিশ্বে কোন বানিজ্য বাধা না থাকত, তখনও কি চোরাচালানী থাকত?Se não houver barreiras comerciais no mundo, ainda assim haveria contrabando?
34এটাই আমাদের পদ্ধতির দূর্বলতা।Essa é a válvula de escape de nosso sistema.
35পশ্চিমা দেশগুলোতে, সর্বোচ্চ পর্যায়ে গেলে চোরাকারবারীদের সাধারণ ভাবে জরিমানা করা হয়, কারন তারা কারও মৌলিক অধিকারে হস্তক্ষেপ করে না।Em países ocidentais, a grande maioria dos contrabandistas são simplesmente multados, pois não prejudicam os direitos fundamentais de qualquer pessoa.
36এটি জনগণের জীবনের জন্য হুমকি স্বরূপ নয়।Não há ameaça à vida das pessoas.
37খুব বেশী হলে এটি সম্পদের একটি পুন:বন্টন…É, no máximo, uma redistribuição da riqueza…
38বঞ্চিত জনগণের কথা বলতে গিয়ে বলে, আমাকে একজন ব্যক্তির নাম উল্লেখ করতেই হবে।E por falar em deprivar as pessoas de suas vidas, tenho que mencionar uma pessoa.
39তার নাম নিউ গ্যানসেঙ, যিনি ম্যাঙ নিউ ডেইরির প্রধান ব্যক্তি।Seu nome é Niu Gensheng, o chefão no Meng Niu Laticínios.
40তার ব্যবসা পুরোটাই জীবনে বঞ্চিত লোকদের জন্য।O negócio dele está totalmente voltado a desprover as pessoas de suas vidas.
41সে কাউকে ফেরায় না, তাই সে বৃদ্ধ হোক, যুবক হোক বা শিশু।Ele não deixa ninguém ir, seja velho, jovem, ou bebês.
42এখানে, সে পরোক্ষভাবে উল্লেখ করেছে ম্যালামাইন সমস্যার কথা যা বেশী দিন আগে নয়, যা অসংখ্য শিশুর মৃত্যু ঘটায় কারন শিশুর খাদ্য তৈরীর পদ্ধতির মধ্যে বেআইনী রাসায়নিক দ্রব্য যুক্ত করা হয়।Aqui, refere-se à recente crise da melamina [En] que matou várias crianças devido à adição ilegal de materiais químicos ao leite infantil.
43আরও আছে, ম্যাঙ্গ নিউ অভিযুক্ত হয় এমওপি ব্যবহারের জন্য, যা কিনা এমন একটি রাসায়নিক দ্রব্য যা ক্যানসার সৃষ্টি করতে পারে।Além disso, Meng Niu foi acusado de usar MOP, um outro produto químico que é tido como potencial causador de cancer.
44একজন ক্ষমার অযোগ্য চোরাকারবারী অথবা একজন ব্যবসায়ী ভুল সময়ে জন্ম নিয়েছিল?Um contrabandista imperdoável, ou um homem de negócios nascido fora de seu tempo?
45ব্লগের বিশ্বাসযোগ্যতা এখনও নিশ্চিত নয়।A autenticidade do blogue ainda não está evidente.
46কথিত আছে ব্লগটি বিশ্বাসযোগ্য নয়, কারন যখন ভার্জিনিয়া টেক এ মস্তকবিচ্ছিন্নকরণ খুনটি সংঘটিত হয়, খুনীর ব্লগও একই হোস্টে পাবার কথা ছিল।Há alegações de que o website não é confiável, pois quando o assassinato por decapitação ocorreu na Virgina [sic] Tech, [En] o blogue do assassino também, aparentemente, foi encontrado lá.
47সে কারনে, মানুষজন সন্দেহ করে যে ব্লগটি ভূয়া এবং শুধুমাত্র ওয়েবসাইটের প্রচারের জন্য।Assim sendo, as pessoas têm dúvidas quanto a se o blogue é uma farça usada só para fazer propaganda do website.
48যাইহোক, এই পোস্টে মন্তব্যগুলো রয়ে গেছে যা বেশ চমকপ্রদ।No entanto, são os comentários alí deixados que acabam sendo interessantes.
49১৯৯৯ সালের ক্ষমার অযোগ্য পাপী, পলাতক হিসেবে ১০ বছর কাটানোর পর, জনমনে তার সম্পর্কে ধারণা পরিবর্তন করতে চাচ্ছে বলে মনে হচ্ছে, এবং অনেক বন্ধুবৎসল হয়ে উঠছে।O pecador imperdoável em 1999, depois de 10 anos de uma vida como fugitivo, parece ter mudado a impressão que exerce sobre a mente do público, tornando-se mais e mais afável.
50অসংখ্য মন্তব্যে লাইয়ের প্রতি গভীর সমবেদনা প্রকাশ পেয়েছে।Um punhado de comentários expressam uma compaixão profunda por Lai.
51有隆奶大 বলে,有隆奶大 diz: [Zh]
52জিঙ, আমি এখানে এসেছি শুধু তোমার পক্ষ নিতে।Xing, venho aqui só para te dar apoio.
53আশা করি বিদেশে তোমার ভাল সময় কাটছে, কোন শুনানীর হুমকির মুখে পড়তে হয়নি।Espero que você possa ter uma vida agradável fora, sem ameaças devido a qualquer perseguição.
54牛逼党主席 বলে,牛逼党主席 [Zh] diz,
55স্বপ্ন থেকে জেগে, আমি অনেক বোকা রয়ে গেছি এবং আগেও ছিলাম।Antes, ouvia menção a seu nome todos os dias.
56ঠিক সেরকম আমার দেশের আরও অনেকেই।Agora, finalmente, tenho a chance de responder a você.
57ব্লগ লিখতে থাক, আমরা এখন তোমার মুক্তির পক্ষে দাঁড়াব।Acordo e descubro que, anteriormente, havia sido inúmeras vezes e profundamente ludibriado.
58জিয়ামিনে এটা ২০০০ সালে ঘটেছিল।Assim também ocorre com muitos de meus conterrâneos.
59আমি প্রতিদিন লাল কক্ষের পাশ দিয়ে যেতাম এবং শুনতাম তোমাদের সব ঐতিহাসিক কথা এবং গল্প।Continue blogando, vibramos com a liberdade que você conquistou. Por acaso estava em Xiamen no ano 2000.
60আমি আরও শুনেছিলাম যে ৯০% জিয়ামিন নাগরিক মনে করে তুমি তাদেও জন্য ভালই করেছ।Passava na frente do Red Chamber todos os dias e ouvia tudo sobre sua fama e suas histórias.
61একজন অপরাধী-লাই যে রাষ্ট্রে অপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু কখনই জনগনের মতামতের সাপোর্ট পায়নি, এখন সে জনপ্রিয় হওয়ার পেছনে অন্যতম একটি কারন হলো তেলের কম মূল্য যা সে এনে দিয়েছিল।Soube também que 90% dos cidadão de Xiamen acham que você lhes trouxe benefício. Uma das razões para que Lai, um criminoso que deveria supostamente ser desprezado pelo país mas que, ainda assim, é favorecido pela opinião pública, é o baixo preço do petróleo que ele costumava ocasionar.
62একজন ডায়ালোগ ব্লগার 百草止水 তার ব্লগে লিখেছে কেনো একজন ক্যাব চালক ভাবে লাই তেলের মূল্য কমানোয় অবদান রেখেছে সহনশীল করেছে এবং যা রাষ্ট্র পরিচালিত একচেটিয়া কোম্পানী সিএনপিসি এবং সিপিসিসি এর সাথে প্রতিযোগীতা করে।Um diálogo que um blogueiro, 百草止水, anotou em seu blogue [Zh] reflete o porquê de um taxista acreditar que Lai contribuiu para um preço de petróleo mais viável para o bolso do consumidor, ao competir com os monopólios CNPC e CPCC, controlados pelo Estado. O petróleo tinha acabado de entrar numa escalada de preço naqueles dias.
63The oil price just started to climb up at the time.Estava num taxi, conversando com o motorista.
64I was in a taxi chatting with the driver.Blogueiro: O preço do petróleo está se elevando.
65তেলে মূল্য সে সময় কেবল মাত্র বৃদ্ধি পেতে শুরু করেছিল।Você, com certeza, gasta um bocado com gasolina? Motorista: Sim, exatamente.
66আমি একটি ট্যাক্সিতে বসে চালকের সাথে আলাপ করছিলাম।O dinheiro que suamos a camisa para ganhar na maior parte vai para as companhias petrolíferas.
67ব্লগার: কিন্তু আসলে তারাও বেশী আয় করতে পারেনা, তাই নয়কি?Blogueiro: Mas na verdade eles também não ganham muito, não é mesmo?
68অপরিশোধিত তেলও অনেক দামে পায় তারা, তাই প্রকৃত পক্ষে খুব বেশী লাভ তারা করতে পারেনা।O óleo bruto está cada vez mais caro também, sendo assim não tem como obter, na verdade, muito lucro.
69চালক: না, তুমি আসল ঘটনা জানোনা।Motorista: Não, você não está a par dos fatos.
70তারা উৎপাদিত তেলের মূল্য ঠিক তখনই বাড়িয়ে দেয় ঠিক যখন আন্তর্জাতিক বাজারে মূল্য বেড়ে যায়, কিন্তু আন্তর্জাতিক বাজারে কমে গেলেও তারা অতটা কমায় না।Eles sobem o preço do produto assim que o preço internacional sobe, mas eles ficam lá atrás quando o preço internacional despenca.
71তারাই সব নিয়ন্ত্রণ করে অথচ আমরা জনগণ কিছু বলতে পারিনা।Eles controlam tudo e nós, o povo, não podemos dizer nada.
72তা শুনে, ব্লগারটি কৌতূহলের সাথে উল্লেখ করে যে সিএনপিসি এবং সিপিসিসি নামের প্রতিষ্ঠিত তেল কোম্পানী দুটি সবসময় অভিযোগ করে আসছে এই বলে যে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক তেলের মূল্য তাদের সর্বদা ঘাটতির মধ্যে ফেলে কষ্ট দেয়।Ao ouvir isso, o blogueiro, curioso, fez referência às duas principais companhias petroleiras, CNPC e CPCC, e de como sempre protestaram que a diferença entre os preços doméstico e internacional fazem-nas sofrer de um déficit profundo.
73অভিযোগ অনুযায়ী, তারা বিশ্ব বাজার হতে অশোধিত তেল ক্রয় করে, সেগুলো পরিশোধিত করে এবং তারপর পেট্রেলিয়ামজাত পদার্থ চায়নাদের কাছে অপেক্ষাকৃত কম মূল্যে বিক্রয় করে।De acordo com a reclamação, eles compram o petróleo caro no mercado global, refinam-o e depois vendem os produtos para o povo chinês dentro de uma margem restrita de preço baixo.
74চালকেরা এটা অবিশ্বাস করে চিৎকার করে ওঠে।O motorista deixou transparecer sua descrença com um ronco.
75চালক: ওটা সম্পর্কে ভাবুন, যদি আভ্যন্তরীন তেলের মূল্য বাইরের থেকে সত্যি কম হয়, চোরাকারবারী কি কোনরূপেই লাভজনক হয়?Motorista: Pense bem, se o preço do petróleo nacional fosse realmente mais baixo do que aquele lá fora, o contrabando seria lucrativo, em qualquer medida?
76কেবলমাত্র যখন দেশীয় মূল্য বেশ চড়া হবে, চোরাচালানির ঝুঁকি কেবল তখনই লোকজন নেবে।Somente quando o preço interno fica muito mais alto que as pessoas colocam em risco suas vidas para contrabandear.
77লাই চ্যাংঝিঙ আয় করেছে বিলিয়ন বিলিয়ন।Lai Changxing ganhou bilhões.
78সেগুলো কোত্থেকে এসেছে?De onde vêm todo esse dinheiro?
79এটা অবশ্যই সেই ফাঁক থেকে যার দ্বারা আভ্যন্তরীন মুল্য আন্তর্জাতিক বাজারের থেকে বেশী হয়ে ওঠে।Vem exatamente da diferença pela qual o preço interno supera o preço internacional.
80সে কারনে চালকটি শেষে বলে:Daí o motorista concluiu,
81সুতরাং, আমরা চালকেরা লাইকে ভীষন পছন্দ করি।Assim é que, nós, motoristas, gostamos muito do Lai.
82যদি ১০ জন লাই চ্যাংঝিঙ থাকত, নাটকীয়ভাবে তেলের মূল্য কমে যেত।Se tivéssemos dez Lai Changxing, o preço do petróleo cairia dramaticamente.
83লাইয়ের চোরাচালানিকৃত তেল একচেটিয়া ব্যবসায়ীদের তৈরী করা প্রতিবন্ধকতাকে ভেঙে দিত এবং তেলের মূল্য কমাতে চাপ সৃষ্টি করত।O petróleo contrabandeado de Lai deverá quebrar a barreira imposta pelos monopólios, e forçar o preço do petróleo para baixo.
84ফলত জনগণই সুফল পেত।As pessoas podem, então, se beneficiar.
85ব্লগার ওয়ান পয়েন্ট ফাইভ এর লেখাতে এই যুক্তির প্রতিফলন দেখা যায়, যা প্রতিষ্ঠিত তেল কোম্পানগুলোকে লজ্জা দিয়ে সামলোচনা করেছে:O artigo do blogueiro One-point-five [Zh] faz eco ao argumento, decretando as líderes do petróleo como vergonhosas:
86গত বছর, ৩৯. ৬ বিলিয়ন মোট লাভ হওয়া সত্ত্বেও সিপিসিসি সরকারের কাছে ১০ বিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছে এই আর্জি বলে যে অশোধিত তেল সে চড়া দামে কিনেছে অথচ ব্যবহারযোগ্য তেল বেচেছে কম দামে।No ano passado, a CPCC, sem levar em conta seu lucro líquido de 39.6 bilhões, pediu 10 bilhões de compensação do governo, alegando que comprou óleo bruto por uma preço alto e vendeu baixo os derivados do petróleo.
87যৌক্তিক ভ্রান্তিটা হলো এই যে যদি লাই বিদেশ থেকে চোরাচালানি করে ব্যাপক উপার্জন করতে পারে তবে আভ্যন্তরীন তেলের মূল্য কম থাকার কোন কারন থাকতে পারেনা।A lógica por traz da falcatrua é que, se Lai pode contrabandear de fora e ganhar uma fortuna, não há razão para o preço doméstico do petróleo ser mais baixo.
88সেই কারনেই ইন্টারনেটে একটি পোষ্ট সাহসিকতার সাথে প্রচারিত হয়েছে।É por isso que na internet uma postagem que circulou amplamente tem o nome corajoso de:
89লাই চ্যাংঝিঙ নেই, ১ ইয়নের তেলের দিন ও নেই।Saudades de Lai Changxing, saudades dos dias de petróleo por 1-Yuan.