Sentence alignment for gv-ben-20100215-9470.xml (html) - gv-por-20100305-6667.xml (html)

#benpor
1মিশর: সতীত্বের ঘটনা নিয়ে তৈরি করা এক ভূয়া কাহিনী উন্মোচন করায় এক ব্লগার তার চাকুরি হারিয়েছেEgito: Jornalista demitida por descobrir falsa informação sobre hímen artificial
2বিয়ের রাতে মিলনের সময় কন্যার জননাঙ্গ থেকে রক্তপাত হওয়া কন্যার জন্য সম্মানের বিষয়। মিশর এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সম্মানের এই ধারণা প্রচলিত রয়েছে (কারণ তাতে নাকি প্রমাণ হয় যে কন্যাটি সতী বা এর আগে সে কারো সাথে যৌন মিলনে লিপ্ত হয়নি)।Enquanto sangrar na noite de núpcias ainda é prova da honra da noiva no Egito e nos países do Oriente Medio, a Radio Netherlands transmitiu uma tradução em árabe da propaganda chinesa do Kit Hímem Artificial de Virgindade.
3রেডিও নেদারল্যান্ডসের আরবী অনুষ্ঠান, চীনের এক কৃত্রিম সতীচ্ছদ কীটের বিজ্ঞাপন আরবী ভাষায় অনুবাদ করে এবং সেই বিষয়ে সম্প্রচার কেন্দ্রটি একটি সংবাদ প্রচার করে।O jornal Youm7 anunciou que o produto estará disponivel no mercado Egipcio por 83 Libras egípcias (aproximadamente R$27).
4ইয়ুম৭ সংবাদপত্র ঘোষণা দেয়, এই পণ্যটি এলই৮৩ এর মাধ্যমে মিশরের বাজারে কিনতে পাওয়া যাবে। এখন মিশরের মেয়েরা এই অবিশ্বাস্য প্রয়োজনীয় সতীচ্ছদ এর জন্য অপেক্ষা করে আছে, যাতে তারা বিবাহ পূর্ব যৌন সম্পর্কে যেতে পারে।E como se todas as mulheres egípcias estivessem esperando pelo hímem milagroso para embarcar no sexo pré-marital, membros conservadores do parlamento querem o produto banido e qualquer importador exilado ou decapitado.
5সংসদের রক্ষণশীল সদস্যরা মিশরে এই পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারী করতে চান এবং যে কোন ভাবে এই পণ্য মিশরে রপ্তানী করলে রপ্তানীকারককে দেশ থেকে বের করে দেওয়া বা তার মাথা কেটে ফেলার দাবি জানান। মিশরীয়রা বিস্মিত হবে, যদি মিশর চীনের নকল সতীচ্ছদ আমদানী করা শুরু করে তা হলে এর পরিণতি কি হবে।Egípcios começaram a se perguntar se o Egito importará os hímens chineses e Amira Al Tahawi, que na época costumava trabalhar na Rádio Nertherland, foi demitida por delatar e divulgar a história inventada do hímem chinês.
6এদিকে আমিরা আল তাহাউয়ি যিনি রেডিও নেদারল্যান্ডসে এক সময় কাজ করতেন, তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়, কারণ কৃত্রিম চীনা সতীচ্ছদের খবরটি যে রেডিও নেদারল্যান্ডস খানিকটা বানিয়ে প্রকাশ করেছে, সে বিষয়টি তিনি প্রকাশ করে দিয়েছিলেন।
7তার ব্লগে আমিরা আল তাহাউয়ি লিখেছিলেন:No seu blog, Amira Al Tahawi escreveu:
8হ্যাঁ, গত বছরের ডিসেম্বর মাসে ব্লগে এক লেখা প্রকাশ করার জন্য আমাকে ২৬ জানুয়ারি, ২০১০-এ রেডিও নেদারল্যান্ডস থেকে চাকুরিচ্যুত করা হয়।Sim! Eu fui demitida pelo artigo que publiquei no meu blog em dezembro passado.
9রেডিও নেদারল্যান্ডসের কায়রোর সংবাদদাতার পদ থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে জানিয়ে আমার কাছে একটা চিঠি পাঠানো হয়। আমার পোস্টে আমি প্রমাণ করে দিয়েছিলাম যে, তারা ২২ আগস্ট ২০০৯-এ যাচাই না করেই মিথ্যা তথ্যে পূর্ণ এক সংবাদ প্রকাশ করে।No dia 26 de janeiro de 2010, eu recebi uma carta de demissão colocando um fim no meu emprego como correspondente para o Cairo da Rádio Nertherlands.
10এই সংবাদ ছিল আরব জগতে চীনের নকল সতীচ্ছদের প্রবেশ নিয়ে। উক্ত সময়ে সম্প্রচারিত এই অনুষ্ঠানে তারা প্রচার করে যে, এই নকল সতীচ্ছদ বিশেষত আরব এবং মুসলিম মেয়েদের জন্য তৈরি করা হয়েছে।No meu artigo, provei que a estação publicou informação falsa e não verificada no dia 22 de agosto de 2009, sobre a entrada do “hímem artificial” chinês no mundo árabe.
11তারা এখানে একটি তথ্য উপেক্ষা করে যায় সেটি হল, এই পণ্য ১৯৯৩ সাল থেকে জাপানে পাওয়া যাচ্ছে এবং এটা কেবল বিশেষত চীনের তৈরি নয়, যারা উপলব্ধি করেছে সতীচ্ছদ নিয়ে উন্মাদনার মত পরিস্থিতি এবং আরব মহিলাদের প্রয়োজনীয়তাকে, যাদের নকল সতীচ্ছদ প্রয়োজন সতীত্ব সম্বন্ধে মিথ্যা তথ্যে প্রদান করা জন্য।A informação publicada na rádio disse que os hímens falsos são manufaturados especialmente para as mulheres árabes e muçulmanas, ignorando o fato que o produto esta disponível no Japão desde 1993, e que não foram especialmente produzidos pelos chineses, que perceberam a condição esquizofrênica das mulheres árabes que precisam fingir suas virgindades.
12এই সাজানো সংবাদের ব্যাপারে আমি রেডিও স্টেশনটিকে তথ্য সংশোধন করার অনুরোধ জানিয়ে ১৪ সেপ্টেম্বর একটা ই-মেইল করি।Eu pedi à estação que corrigisse os fatos errôneos em um email datado em 14 de setembro.
13তারা আমার অনুরোধ শুনেও না শোনার ভান করে এবং মিশরীয় অনেক সংবাদ পোর্টাল এই মিথ্যা সংবাদ কোন রকম যাচাই না করে সবখানে ছড়িয়ে দেয়।Meu pedido caiu em ouvidos surdos e muitos portais egípcios espalharam a notícia falsa sem se incomodar de investigar os fatos e as fontes citadas.
14অনেক ব্লগার তাকে চাকুরিচ্যুত করার বিষয়টিকে অনৈতিক এবং অন্যায্য বলে মনে করে, নাওয়ারা নেজাম বিস্মিত :Muitos blogueiros acharam a decisao de demiti-la ridicula e injusta; Nawara Negm questiona:
15কেন রেডিও নেদারল্যান্ডস তাকে চাকুরিচ্যুত করেছে?Porque eles a demitiram?
16তিনি রেডিও নেদারল্যান্ডসের বিরুদ্ধে আক্রমণাত্মক কিছু তো লেখেননি।Ela não escreveu nada ofensivo sobre a Radio Nertherlands.
17যাহোক, তিনি তাদের বিরুদ্ধে মামলা করেছেন …. চল তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই!Mesmo assim, ela esta processando eles…vamos lhe dar uma ajuda, pessoal!
18এমান হাশিম সাংবাদিকতায় সততার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন; ভদ্রমহিলা লিখেছেন:Eman Hashim lamenta a integridade do jornalismo; ela escreveu:
19মিশরে সাংবাদিকতার বিষয় সম্বন্ধে বলা যায়, এখানে অনেক তথাকথিত সাংবাদিকে ভরে গেছে, যারা সংবাদ তৈরি করে এবং ফেসবুকে বিভিন্ন দলের মাঝে তৎক্ষনাৎ তৈরি হওয়া সংবাদগুলো গ্রহণ করেন।O jornalismo no Egito está infestado com muitos auto-proclamados jornalistas que fazem notícias e criam rumores a partir de grupos do Facebook.
20আমিরাকে চাকুরিচ্যুত করা হয়েছে এবং তার অর্থনৈতিক এবং নৈতিক অধিকার প্রদানে অস্বীকার করা হয়েছে, কারণ সে স্পষ্ট করে বলেছিল, “না”!Amira foi demitida e está sendo negada dos seus direitos financeiros e morais por que ela disse NÃO!
21আমিরা তার ব্লগে এ বিষয়ে বিস্তারিত লিখেছে এবং চল আমরা সবাই তার কণ্ঠস্বরকে জোরালো করি এবং সত্য কি তা সবাইকে জানিয়ে দিই।Amira escreveu os detalhes em seu blog, então vamos dar voz e deixar todo mundo saber a verdade.
22তাদের নিরবতার জন্য আমরা তাদের অভিযুক্ত করি, কিন্তু আমরা তাদের কাছে ঋণ স্বীকার করি, যার কণ্ঠে একটা মাইক্রোফোন রয়েছে।Nós culpamos os calados pelo silêncio mas devemos um microfone àqueles que têm voz.
23এভাবেই কি রেডিও নেদারল্যান্ডস মিথ্যা সংবাদ প্রকাশ করার বিষয়টিকে মোকাবেলা করে?É assim que a Radio Nertherlands lida com a verdade?
24তাদের শ্রোতা এবং পাঠকদের জন্য তাদের শ্রদ্ধা কোথায়?Onde está a sua integridade?
25তারা খুব সহজেই এই তথ্য সংশোধন করে সংবাদ প্রকাশ করতে পারত অথবা অন্য কিছু… যে কোন কিছু করা যেত।Onde está o respeito pelos seus leitores e ouvintes?
26বাস্তবতা হচ্ছে, তারা এই সংবাদের বিষয়ে কোন ব্যাখ্যা বা এর সাপেক্ষে কোন প্রমাণ দেয়নি।Eles poderiam ter publicado uma correção ou qualquer coisa… qualquer coisa.
27এই বিষয়টি বেদনাদায়ক, কিন্তু একটি মিথ্যা সংবাদের কথা তুলে ধরার কারণে এক সৎ সাংবাদিককে চাকুরিচ্যুত করা বাস্তবিক পক্ষে এক রসিকতা মাত্র। আমিরার সমর্থনে ডা: মোস্তফা এল নাগগার বলছেন:O fato de que eles não publicaram um esclarecimento ou uma verificação é triste, mas demitir uma jornalista honesta por expor as falácias é uma piada.
28আমিরা এখন তার সততা ও পেশাদারিত্বের বীপরিত বাস্তবতার ঘটনায় ভীষণভাবে আক্রান্ত।Dr. Mostafa El Nagaar escreveu em sua defesa dizendo:
29সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখার জন্য তাকে চড়া মূল্য প্রদান করতে হচ্ছে।Amira está sofrendo a consequência calamitosa do seu professionalismo e nobreza.
30তিনি যে ভাবে মিশরের মেয়েদের রক্ষা করেছিলেন, এখন তাকে সে ভাবে রক্ষা করার জন্য একজনের প্রয়োজন।Ela está pagando um preço alto pelo seu jornalismo ético.
31যখন মিথ্যাবাদীরা দাবি করে, মিশরীয় মেয়েরা নকল সতীচ্ছদের জন্য অপেক্ষা করে আছে, তখন এই সংবাদের মধ্যে দিয়ে তারা এদেশের মেয়েদের অনৈতিক চরিত্রের অধিকারী বলে চিহ্নিত করে।Ela precisa que alguém a defenda da mesma maneira que ela defendeu as moças egípicias quando impostores alegaram que elas estavam esperando pelo hímem falso para cobrir as suas imoralidades.
32আমি মিশরীয় সকল নারীদের কাছে আবেদন জানাচ্ছি, যেন তারা আমিরাকে তার প্রদান করা ভালোবাসা ফিরিয়ে দেয় এবং তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসে, কারণ আমিরা তার চাকুরি হারিয়েছে।Eu peço que cada mulher egípcia que retorne o favor e defenda Amira que perdeu seu emprego.
33আমি নারী অধিকার আন্দোলনের সাথে জড়িত সকল নারীদের আমিরার প্রতি একাত্মতা প্রকাশে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।Eu estou pleiteando a todas organizacoes dos Direitos das Mulheres que mostrem sua solidariedade à Amira.
34যারা আমাদের সম্মানহানির ঘটনার সাথে জড়িত ছিল, তারা যেন পরিস্কার ভাষায় ক্ষমা চায়, আমরা আনুষ্ঠানিকভাবে এই দাবি জানাচ্ছি এবং তাদের সকলের কাছে প্রশ্ন করছি, যারা সম্মানের নামে এই বিষয়ের প্রতি সমর্থন জানিয়েছিল।Nós oficialmente esperamos por um pedido de desculpas daqueles que mancharam a nossa reputaçao e eu estou pedido a todos que falam em nome da honra que mostrem o seu apoio.
35আমিরার সাথে একাত্মতা প্রকাশ করে মোস্তাফা ফাতি ফেসবুকে একটি লেখা প্রকাশ করেছে এবং কারিম এল বেহরিই তার ব্লগে একটি লেখা পোস্ট করেছে।
36২০০৯ সালের অক্টোবর মাসে মোহামেদ এল রাহাল নামের এক ব্লগার একটি নকল সতীচ্ছদ কীট কিনেন এবং এই সতীচ্ছেদের ছবি তার ব্লগে প্রকাশ করেন। গ্লোবাল ভয়েসেসে এর আগের এক প্রবন্ধে ঘটনাটি তুলে ধরা হয়েছে।Mostafa Fathi também publicou uma nota no Facebook e Karim El Beheiry publicou um artigo em seu blog em solidariedade a Amira.