# | ben | por |
---|
1 | সিরীয় সংঘর্ষের সংবাদ গ্রহণ করতে গিয়ে ১৪ বছরের এক নাগরিক সাংবাদিক নিহত | Jovem jornalista cidadão morto ao cobrir conflitos na Síria |
2 | ওমার কাতিফান, ১৪ বছরের এক মিডিয়া একটিভিস্ট, ২১ মে ২০১৩ তারিখে সিরিয়া-জর্ডান সীমান্তের কাছে দক্ষিণ দাআরা আল বালাদ নামক এলাকায় সিরীয় আর্মি এবং বিদ্রোহী ফ্রি আর্মির মধ্যে চলা সংঘর্ষে নিহত হয়েছে। . | Omar Qatifaan, um ativista da mídia de 14 anos de idade, foi assassinado no dia 21 de maio de 2013 enquanto cobria conflitos entre o Exército sírio e as forças rebeldes do Exército Livre da Síria em Daraa al-Ballad, região sul do país, próxima à fronteira com a Jordânia. |
3 | তরুণ প্রচার মাধ্যম প্রকল্প সিরিয়ান ডকুমেন্ট, ওমার কাতিফানের মৃত্যু বিষয়ে সংবাদ প্রদান করে এবং সিরীয় সংবাদ ব্লগ ইয়াল্লা সোরিয়া তাকে “সিরিয়ার আত্মা” বলে অভিহিত করেছে। | O projeto de mídia para a juventude Syrian Documents [en] noticiou sua morte, e o blog de notícias YALLA SOURIYA [en] o declarou o “Espírito da Síria”. |
4 | সিরিয়ার এই সংঘর্ষ এবং একই সাথে আরব বিশ্বের যেখানে আরব বসন্ত সংঘঠিত হয়েছে সেখানে নাগরিক সাংবাদিকদের স্থানীয় পর্যায় থেকে তুলে ধরা সংবাদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। | O conflito na Síria, assim como em outras revoltas da Primavera Árabe, tem testemunhado um aumento na cobertura in loco por parte de jornalistas cidadãos, que reportam sobre a guerra em curso entre as forças a favor e contra o governo no país. |
5 | বিশ্বের কাছে বিপ্লবের কাহিনী তুলে ধরার সময় এদের অনেককে গ্রেফতার করা হয়, তাদের উপর অত্যাচার চালানো হয় এবং এমনকি এদের কাউকে কাউকে হত্যা করা হয়। | Muitos foram detidos ou até mesmo assassinados enquanto tentavam levar ao mundo a história da revolução [en]. |
6 | এই সংঘর্ষে শিশুদেরও চরম মূল্য প্রদান করতে হয়েছে, এই লড়াইয়ে এখন পর্যন্ত হাজার খানেক শিশু নিহত হয়েছে। | As crianças também têm pagado um preço terrível durante o conflito, milhares foram mortas [en] em meio à violência até agora. |
7 | মিডিয়া একটিভিস্ট ওমার কাতিফানের বয়স মাত্র ১৪ বছর এবং সিরিয়ার দাআরার যুদ্ধে সংবাদ সংগ্রহের সময় সে নিহত হয়। | O ativista da mídia Omar Qatifaan tinha 14 anos de idade, ao ser assassinado enquanto cobria uma batalha em Daraa, Síria. |
8 | ছবি @রেভুল্যুশনসিরিয়ার টুইটার একাউন্ট থেকে নেওয়া। | Foto disponível no perfil de @RevolutionSyria no Twitter |
9 | আরেক ভিডিও একটিভিষ্ট নিহত হবার পর কাতিফানের ভিডিও ধারণ করে। | Outro ativista da mídia gravou um vídeo de Qatifaan após ele ser morto. |
10 | সিরিয়ানডেজঅফরেজেস এই ভিডিওর ফুটেজ ইউটিউবে পোস্ট করেছে [গ্রাফিক ভিডিও]: http://youtu.be/R4Bk6XHktsQ/embed] | As imagens foram postadas no YouTube por SyrianDaysOfRage [CONTEÚDO GRÁFICO]: |