Sentence alignment for gv-ben-20120505-25757.xml (html) - gv-por-20110604-20984.xml (html)

#benpor
1ফিলিপিন্সঃ বিবাহ বিচ্ছেদ আইন নিয়ে বিতর্কFilipinas: Debate sobre Lei do Divórcio
2প্রজনন স্বাস্থ্যসেবা আইন নিয়ে ওঠা তীব্র বিতর্কের ঠিক আগে, ফিলিপিনোরা আরো একবার একে অপরের সঙ্গে আরেকটি বিতর্কিত বিবেচিত আইন নিয়ে বিরোধে লিপ্ত হয়েছে: আইনটি হল বিবাহ বিচ্ছেদ আইন।
3কিছুদিন আগে মাল্টায় গণভোটে বিবাহবিচ্ছেদের পক্ষে রায়ের একটি খবর ফিলিপিন্সে এসে পৌঁছানোর পর বিবাহবিচ্ছেদ বৈধকরণ নিয়ে বিতর্ক শুরু হয়।
4দেশটি যেন মাল্টার পদক্ষেপে অনুসরণ করে এবং সংখ্যাগরিষ্ঠ ক্যাথলিক জাতির এই রাষ্ট্রে বিবাহবিচ্ছেদ-কে যেন বৈধ করে সে বিষয়ে দেশটির প্রগতিশীল গোষ্ঠী রাষ্ট্রকে দ্রুত এক সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আহবান জানায়।
5বিবাহ বিচ্ছেদ নিয়ে বিতর্ক এখানে নতুন কিছু নয়, গত বছর এই বিষয় নিয়ে এ্যাটিএ্যাটওয়ার্ক-এর একটি বহুল আলোচিত আলোচনা এখানে দেখুন।
6মাল্টায় কিভাবে এই বিতর্কের নিষ্পত্তি করা হয়েছিল এবং কিভাবে গণভোট বিষয়টিকে উন্মোচিত করে, সে বিষয়ে ফিলিপিনো চিন্তাবিদগণ দারুণ এক সার সংকলন তৈরী করেছেন। এখানে আরও উল্লেখযোগ্য যে, এটি ফিলিপিন্স ও মাল্টার মধ্যে এই বিষয় সংক্রান্ত তুলনার খুঁটিনাটি তুলে ধরেছেঃPouco antes do intenso debate sobre o projeto de lei de Saúde Reprodutiva, os filipinos estão mais uma vez em contradição uns com os outros, agora a considerar outra parte controversa da legislação: a lei do divórcio.
7একটি সুখী পরিসমাপ্তি ছাড়াও, মাল্টার এই ঘটনার মধ্যে দিয়ে ফিলিপিন্সকে বিশ্বের একমাত্র বিবাহবিচ্ছেদ মুক্ত দেশে পরিণত হল।O debate sobre a legalização do divórcio teve o pontapé inicial quando a notícia do referendo maltês que favorecia o divórcio chegou às Filipinas alguns dias atrás.
8মাল্টার বিবাহবিচ্ছেদের গণভোটের কাহিনীর সাথে আমাদের প্রজনন স্বাস্থ্য (আর এইচ) নিয়ে ওঠা বিতর্কের মাঝে মিল রয়েছে:Isso levou grupos progressistas a fazerem uma chamada mais ousada para que o país seguisse os passos de Malta, legalizando o divórcio em uma nação predominantemente católica.
9উভয় রাষ্ট্র হচ্ছে ক্যাথলিকতাবাদের শেষ দূর্গ: ইউরোপের মাল্টা, এশিয়ার ফিলিপিন্স; উভয় রাষ্ট্র প্রধানত ক্যাথলিক ধর্মাবলম্বী: মাল্টায় ৯৫ %, ফিলিপিন্সে ৮০ % নাগরিক ক্যাথলিক; এবং উভয় রাষ্ট্রে প্রাথমিকভাবে প্রগতিশীল ক্যাথলিকদের এবং রক্ষণশীল বিশপদের মধ্যে যুদ্ধ বিরাজমান এবং উভয় ক্ষেত্রে, রক্ষণশীল বিশপেরা তাদের এক লাইনে রাখার জন্যে ভয়ের পসরা ব্যবহার করেন।
10বিবাহ বিচ্ছেদ, সম্পর্কের ইতি টানা এবং আইনগত ভাবে আলাদা হয়ে যাওয়ার মধ্যে পার্থক্য সম্বন্ধে দ্রুত জানার জন্য, লাইল আর. স্যান্টোস সাধারণ ভাষায় ধারনা দিচ্ছে।O debate sobre o divórcio não é nada novo, veja aqui na rodada de discussões da AttyatWork [en] sobre o assunto, no ano passado.
11মাল্টার বিবাহবিচ্ছেদ অনুমোদনের সাথে সাথে বর্তমান বিশ্বে ফিলিপিন্স হল একমাত্র দেশ যেখানে বিবাহবিচ্ছেদ নিষিদ্ধ হয়েই রইল।Filipino Thinkers [en] tem um excelente resumo de como o debate foi realizado e de como o referendo se desdobrou em Malta.
12ব্লু ডেলা কানলুরান এর মতে,শুধুমাত্র এই ঘটনার ভিত্তিতে বিবাহবিচ্ছেদ বিতর্ক নিয়ে আলোচনা ঠিক হবে না :O mais importante é que isso fornece uma comparação lado a lado da questão, entre as Filipinas e Malta:
13যেমনটা আমি আগেই বলেছি আমার অবস্থান বিবাহবিচ্ছেদের বিরুদ্ধে, যদিও আমি একটি সার্বভৌম জাতির সিদ্ধান্ত গ্রহণের অধিকারের উপর রুঢ় হব না -কারন তাঁদের অধিকার আছে দেশ এবং নিজেদের জন্যে সেরাটা বেছে নেওয়ার, এখানে মাল্টা যেমনটা প্রদর্শন করেছে। (দেখুন, এটি হচ্ছে চার্চ এবং রাষ্ট্রের পৃথকীকরণের একটি উদাহরন)।Ambos os países são os últimos bastiões do catolicismo: Malta, na Europa, e as Filipinas, na Ásia; ambos os países são predominantemente católicos: 95% em Malta e 80% nas Filipinas; e ambas as batalhas são basicamente entre católicos progressistas e bispos conservadores.
14বিশ্বের একমাত্র বিবাহবিচ্ছেদহীন রাষ্ট্র ফিলিপিন্সের নাগরিকদের কলংকের বিষয়টিতে কি প্রভাব ফেলবে তা ভেবে আমি অবাক হচ্ছি।E também em ambos os casos, os bispos conservadores utilizam o medo para manter seu rebanho na linha.
15কেবল গির্জার অনধিকার চর্চার কারণে নয়, উপরে উল্লেখিত নিন্দার কারণটিও এর সাথে যুক্ত হওয়ার কারনে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটি ভবিষ্যতে শুধুমাত্র আরো কঠিন প্রাক- বিবাহবিচ্ছেদ- আইনই প্রণয়ন করবে (আইন কি ভাবে যুক্তি প্রদান করে বিষয়টি তা নয়।)।
16কোকয়, বিষয়টিকে প্রজনন স্বাস্থ্যের প্রায়-অনুমোদন এবং বর্তমানে বিবাহবিচ্ছেদ আইন ফিলিপিন্সের জন্য পুনরায় শুরু করা (Reboot) হিসেবে বিবেচনা করছেন, ফিলিপিন্স শক্তিশালী এক ধর্মীয় রাষ্ট্র থেকে ধর্মণিরপেক্ষতার দিকে এগিয়ে যাচ্ছে:
17যদি প্রজনন স্বাস্থ্য বিষয়টি যদি একটি আইনে পরিণত হয়,এবং এর পরেই যদি বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি বিল তৈরী করা হয়?Para uma atualização rápida sobre as diferenças entre divórcio, anulação ou separação judicial, Lyle R.
18তাহলে তা ফিলিপিন্সে নতুন করে শুরু করার একটি ধারাবাহিকতার সৃষ্টি করবে।Santos tem um guia rápido com termos leigos [en].
19এটি ইঙ্গিত প্রদান করে যে জাতি ধীরে ধীরে ধর্মনিরপেক্ষতার দিকে এগিয়ে যাচ্ছে এবং ভ্যাটিকানের আধিপত্য কমে আসছে।
20একজন ক্যাথলিক হিসেবে,আমার জন্যে, চার্চ আমাকে আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ প্রদানে সুযোগ করে দেয়। আমি চাই হিতোপদেশ ও দিকনির্দেশনা, যা আমাকে একজন ভাল মানুষ হিসেবে গড়ে তোলে।Com a aprovação do divórcio em Malta, as Filipinas são agora o único país no mundo que o proíbe.
21সরকারের কি ভুল হচ্ছে তা বলার জন্য আমার চার্চের প্রয়োজন নেই। সর্বত্র ফিলিপিনোরা জানে যে জাতির সমস্যা কি।Para Blue Dela Kanluran, o debate sobre divórcio não deveria ser enquadrado apenas nesse fato [en]:
22ইতিহাসে এখন এইসব ত্রুটি দুর করার সময়। আমার চার্চের প্রয়োজন যাতে সবসময় স্বামী দ্বারা নির্যাতিত দরিদ্র গৃহ পরিচারিকাকে নির্দেশনা দিতে পারি।O que me faz pensar é que efeitos o estigma de único país que proíbe o divórcio vai provocar às Filipinas?
23আমি একটি চার্চ চাই যাতে পথশিশুদের পথ থেকে দূরে থাকতে এবং শিক্ষার দিকে নিয়ে যাবার ক্ষেত্রে তাদের আমি নির্দেশনা দিতে পারি। আমি চাই চার্চ জীবনের সাথে প্রাসঙ্গিক হয়ে উঠুক।Pessoalmente, acho que isso vai fazer no futuro uma legislação pró-divórcio mais difícil, não só devido à intromissão da Igreja, mas também com o estigma que foi dito anteriormente (que não é como a legislação deve ser discutida).
24ড্রিমওয়াকার পুলকিত এই কারণে যে এই প্রস্তাবিত আইন তা যত বিভক্তি পূর্ণ এবং বিতর্কিত হোক না কেন, সমাজের মাঝে বিতর্কের স্ফুলিঙ্গ তৈরী করে, তা সকলকে জাতীয় বিষয়ে আলোচনায় অংশ নিতে আগ্রহী করে তোলে।Cocoy observa a “quase” aprovação do projeto de saúde reprodutiva e também agora a lei do divórcio como um “reinício” das Filipinas, passando de um estado predominantemente religioso para um secular:
25আমি ক্রমাগত অবাক হচ্ছি, মনে হচ্ছে যে তাদের দেশে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ফিলিপিনোদের আরও সচেতন মনে হচ্ছে এবং আমাদের প্রস্তাবিত ও বিদ্যমান উভয় আইনগুলো সম্বন্ধে আমরা জানতে আগ্রহী।Como um católico, para mim, isso representa uma oportunidade para que a Igreja se centre no espiritual.
26আমার মতে,শুধুমাত্র এটি আরও ভালোর দিকে ধাবিত করে।Eu quero sermões e direcionamento que possam me fazer uma pessoa melhor.
27মাজু একটি যৌক্তিক বিষয়কে সামনে নিয়ে এসেছে যে আমাদের আইনপ্রণেতাদের উচিত সূক্ষ্ম দৃষ্টিতে বিবাহবিচ্ছেদ আইনকে গ্রহণ করা:
28বিদ্যমান বিবাহবিচ্ছেদ আইনগুলো কতখানি ভাল অথবা খারাপ তা আমাদের বিবেচনায় আনা উচিত।Eu não preciso da Igreja para me dizer o que está errado com o governo.
29উল্লেখ্য যে অনেক দেশে, বিশেষত যারা শরিয়াহ অনুযায়ী পরিচালিত হয় , সে সব দেশে নারী ও পুরুষের বিবাহবিচ্ছেদ-এর অধিকার এক নয়।Filipinos de todos os lugares já sabem o que há de errado com a nossa nação.
30সবশেষে,একজন আইনজীবী কনি ভেনেরাচিওন-এর একটি ভাল আলোচনা এখানে তুলে ধরা হয়েছে।É nessa época da história que podemos consertar isso.
31এই আলোচনা সম্পর্কের ইতিটানা, ফিলিপিন্সের বিদ্যমান আইনের অধীনে আইনগত বিচ্ছেদ এবং কিভাবে বিবাহবিচ্ছেদ বর্তমান পারিবারিক কোডের জটিলতা নিরসন করতে পারে সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে।
32পরবর্তী কালে,যদিও এটি পরিষ্কার হয় যে অতি সামান্য বিচ্যুতি সত্বেও মানসিক অক্ষমতার কারণে অনুমতিপ্রাপ্ত বিচ্ছেদের ক্ষেত্রে, আইনের মাঝে বিশাল ফাঁক আছে।
33বাতিলকরণ অনেক ব্যয়সাপেক্ষ, যার আইনী প্রক্রিয়ার খরচ সংখ্যাগরিষ্ঠও ফিলিপিনোদের আর্থিক ক্ষমতার বাইরে।Eu preciso da minha igreja para ajudar a orientar a pobre empregada, que sempre é espancada pelo marido.
34বস্তিতে বসবাসকারী ধোপানী, যারা মাতাল কর্মহীন স্বামীর দ্বারা শারীরিকভাবে নির্যাতিত,তাদের জন্যে এটি সামর্থের বাইরে।Eu preciso de uma Igreja que tire as crianças das ruas, e também que se envolva com a educação.
35উপরন্তু, কিছু করার প্রক্রিয়া ছিল অধিক সময়সাপেক্ষ ও বিরক্তিকর।Eu preciso que esta Igreja seja relevante.
36ঘটনাচক্রে,বিবাহবিচ্ছেদ আইনজীবীরা পুনরায় শোরগোল শুরু করে। যেমনটা আশা করা হয়েছিলো,ক্যাথলিক চার্চ আরও কল্পনাপ্রবণ হচ্ছে বিবাহবিচ্ছেদের বিরুদ্ধে যুক্তি প্রদর্শনের জন্যে।Dreamwalker se agrada com esta proposta de lei, não importa o quão dividida e controversa seja, gera polêmica entre a sociedade [en], incentivando todos a participar no discurso nacional:
37এটি দুঃখজনক যে অধিকাংশ ফিলিপিনো তাঁদের বিয়েকে ধর্মীয় প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে ভাবতে পারে না। এটি আরও বেদনাদায়ক যে অধিকাংশ ফিলিপিনোরা নিজেদের বৈধভাবে বিবাহিত ভাবেন না,যতক্ষণ না তাঁরা চার্চে গিয়ে বিয়ে করেন।Eu continuo a me surpreender pela forma como os filipinos parecem estar mais conscientes do que está acontecendo no país e como nós procuramos ser mais informados sobre as nossas leis - ambas, as que são propostas e as já existentes.
38এটা খুবই দুঃখজনক। বিবাহবিচ্ছেদ আইন কি বিশেষ করে ফ্যামিলি কোডের একটি ত্রুটি হিসেবে দেখা দেবে?Na minha opinião, isso só nos conduz a melhorias.
39এটি নির্ভর করে যে আইন কি রূপে বিবাহবিচ্ছেদকে বৈধ হিসেবে অনুমতি দেবে এবং পদ্ধতিটি যথাযথ হবে কিনা তার উপর।
40অতীতে কোন কিছু প্রশমনের জন্য একটি আইন পাশ করা হয়েছে।Não importa que sempre existirão lados opostos.
41কংগ্রেস একটি “বিবাহবিচ্ছেদ” আইন পাস করতে পারে যা এর ভিত্তিকে সংকীর্ণ এবং প্রক্রিয়াকে জটিল করে ফেলতে পারে যার ফলে তা বিবাহবিচ্ছেদের উদ্দেশ্যকে ব্যহত করবে।
42আপনি জানেন,এটা বলা যেতে পারে যে যে বিবাহবিচ্ছেদ আইন পাস করা হয়েছে।
43আমার সন্দেহ তা প্রগতিশীল এবং বিবাহবিচ্ছেদের আইনজীবীদের সন্তুষ্ট করতে সক্ষম হবে কিনা।Pelo menos, as pessoas começam a se sentir envolvidas na formação do país.