# | ben | por |
---|
1 | ইরান: রাষ্ট্রপতি নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে প্রতিবাদকারীরা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল | Irã: Manifestantes Entram em Choque com Forças de Segurança em Aniversário de Eleição |
2 | তেহরানের প্রত্যক্ষদর্শীরা বলছে শনিবার ইরানের নিরাপত্তা বাহিনী ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে যারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় জড়ো হয়েছিল। | Testemunhas em Teerã disseram que confrontos espalhados [pela cidade] começaram no sábado entre as forças de segurança iranianas e manifestantes reunidos em locais-chave para marcar o primeiro aniversário da contestada eleição presidencial. |
3 | এটি দেখে মনে হচ্ছে ইরানের প্রধান বিরোধী নেতাদের প্রতিবাদ সমাবেশ বাতিল করার আহ্বান সত্ত্বেও বেশ কয়েকটি এলাকায় প্রতিবাদ হয়েছে, যার মধ্যে ইরানের বিশ্ববিদ্যালয়গুলো অন্যতম, যেখানে আরো একবার ইরান ইসলামী প্রজাতন্ত্রের নিন্দা জানানো হয়। | Parece que os iranianos - apesar do pedido de figuras da oposição para cancelar as manifestações - protestaram em alguns locais, incluindo as universidades para desafiar o regime da República Islâmica mais uma vez. |
4 | তেহরানের ফেরদৌসি স্কোয়ারে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী উপস্থিতি ছিল: | Havia um forte esquema de segurança na Praça Ferdowsi, no centro de Teerã: |
5 | ফ্রেন্ডফিডে বেহদাব্রা লিখেছে যে ভালি আসর রাস্তায় প্রতিবাদকারীরা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এবং বাতিল হয়ে যাওয়া টিনের পাত্র আগুনে ফেলে আগুন উসকে দেয়। . | Behdabra escreve no Friendfeed que os manifestantes entraram em choque com as forças de segurança na rua Vali Asr, em Teerã, e incendiaram latas de lixo. |
6 | প্রতিবাদকারীর সংখ্যা নিয়ে বিতর্ক: | Controvérsia sobre o número de manifestantes |
7 | যখন ইরান গ্রীন ভয়েসে পোস্ট করে যে তেহরান বিশ্ববিদ্যালয়ে ১০০০ জন প্রতিবাদকারী ছাত্র নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন একজন পাঠক মন্তব্য করে: “কেন আমরা মিথ্যা বলছি। এক্ষেত্রে তো আমরা তাদের মত হয়ে গেলাম [ইরানের ইসলামী সরকারে মত]। | Enquanto o Iran Green Voice [Voz Verde do Irã] postou que 1000 estudantes da Universidade de Teerã entraram em confronto com as forças de segurança, um leitor [do blog] deixou um comentário: “Porque nós mentimos, nos tornamos como eles [O governo islâmico]. |
8 | প্রতিবাদের সময় আমি সেখানে ছিলাম এবং প্রতিবাদকারী ছাত্রের সংখ্যা ছিল বড়জোর ৫০ জনের মত”। | Eu estava lá e o número era de cerca de 50 pessoas” |
9 | অন্যদিকে ইউনাইটে৪(ফর)ইরান, একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, যারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইরানী ও ইরানী নয়, এমন ব্যক্তি এবং মানবাধিকার কর্মীদের যোগাযোগ ঘটিয়ে থাকে, তারা এই দিবস উপলক্ষে সারা বিশ্বের ৭০টির মত শহরে প্রতিবাদের আয়োজন করেছিল: | Enquanto isso, United4Iran, uma rede não-partidária global de indivíduos iranianos e não iranianos e ativistas dos direitos humanos, organizou manifestações em 70 cidades ao redor do mundo. |
10 | তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত প্রতিবাদ | Protestos na Universidade Sharif em Teerã |
11 | প্রতিবাদকারীরা স্লোগান দেয় আল্লাহো আকবার (আল্লাহ মহান)। | Manifestantes cantaram Allaho Akbar (Deus é Grande). |