Sentence alignment for gv-ben-20140623-43812.xml (html) - gv-por-20140615-52833.xml (html)

#benpor
1বিশ্বকাপ উদ্বোধনের দিনে ব্রাজিলের নৃশংসতার কথনNa Copa do Mundo do Brasil, brutalidade policial atinge manifestantes e jornalistas Cartum de Pirikart, uso livre.
2উপরের বামে:একজন বিক্ষোভকারীকে দমন করতে মরিচের গুঁড়া স্প্রে করা হচ্ছে। উপরের ডানে: বোমার আঘাতে আহত বিদেশী সাংবাদিক।Algumas horas antes da abertura da Copa do Mundo no Brasil, que ocorreria no Estádio do Corinthians, vulgo Itaquerão, milhares de pessoas se preparavam para marchar pela principal via de ligação ao estádio.
3নিচের বামে: ঘটনার দিকে সারা বিশ্ব তাকিয়ে থাকলেও মিলিটারি পুলিশদের কোনো ভ্রুক্ষেপ নেই।Se preparavam, pois antes mesmo da manifestação começar [es] foram atacados pela Polícia Militar de São Paulo com extrema violência. Segundo o site do coletivo Advogados Ativistas:
4নিচের ডানে: কল্পনা করুন, কেউ যদি না দেখে তাহলে ব্যাপারটায় কী ঘটবে। পিরিকাট-এর সৌজন্যে ছবিটি নেয়া হয়েছে।O dia iniciou-se em São Paulo com o sítio à cidade, exercido pelas forças de segurança pública empregadas pela Polícia Militar, Polícia Civil, Polícia Federal e Exército, entre outros agentes de segurança.
5সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়াস স্টেডিয়াম তখন সঙ্গীতের মূর্চ্ছনায় ডুবে আছে।Os advogados ainda elencaram, em seu site, uma lista de incorreções e ilegalidades cometidas pelas forças de segurança em São Paulo, completando:
6সেখানে চলছে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল আসরের শুভ উদ্বোধন। বর্ণিল হয়ে উঠেছে স্টেডিয়াম ও তার আশপাশ।Jornalistas acabaram por ver-se tão acuados quanto os demais atores da manifestação, na medida em que estes os buscavam como um possível “porto seguro”, independentemente do tipo ou nacionalidade dos profissionais envolvidos.
7কিন্তু শহরের রাস্তাঘাট জুড়ে তখন অন্য এক দৃশ্যের উপস্থিতি- প্রতিবাদ মিছিল, লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর বোমার বিস্ফোরণ। বিশ্বকাপ আয়োজন করতে ব্রাজিল বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে।Em meio aos ataques policiais com balas de borracha e bombas de gás e de efeito moral contra manifestantes que tentavam armar barricadas e se defender da melhor maneira possível, inclusive se refugiando dentro do Sindicato dos Metroviários que, naquele momento, se preparavam para também protestar por seus direitos, a imprensa se tornou o alvo principal da polícia.
8নতুন নতুন স্টেডিয়াম বানিয়েছে।
9হোটেল, অবকাশকেন্দ্র তৈরি হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যসেবা, শিক্ষাখাতে বিনিয়োগে একেবারে লবডঙ্কা।Logo no início dos ataques uma jornalista, Shasta Darlington, e uma produtora, Barbara Arvanitidis, ambas da CNN foram atingidas por estilhaços de bombas [en] jogadas pela PM.
10আর এর প্রতিবাদ জানাতেই ১২ জুন, ২০১৪ প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল বিক্ষোভকারীরা। কিন্তু ব্রাজিলের মিলিটারি পুলিশ বিক্ষোভকারীদের নৃশংসভাবে দমন করে।No mesmo protesto o jornalista argentino Rodrigo Abd foi atingido por estilhaços na perna, um jornalista francês foi atingido por uma bala de borracha na perna e um cinegrafista brasileiro do SBT foi atingido por estilhaços na cabeça.
11পুলিশের ছোঁড়া রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেডের আঘাতে ৩৭ জন আহত হয়েছেন।
12এদের মধ্যে ৭ জন সাংবাদিকও রয়েছেন। তাছাড়া এসময়ে পুলিশ ৪৭ জনকে গ্রেফতার করে।A ativista Daniele Lima narrou em seu Facebook como foi seu dia e a repressão policial:
13বিক্ষোভকারীরা যেখানেই পেরেছে, সেখানেই প্রতিবাদ করেছে।A Tropa de Choque chegou também, batendo seus cassetetes nos escudos e depois na gente de novo.
14প্রতিবাদকারীদের সাথে সাবওয়ে শ্রমিক ইউনিয়নও ছিল।Confusão, fecharam a estação, chamaram a cavalaria, fecharam as ruas em volta.
15তারা ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে শরিক হয়েছিল।Além dos jornalistas, manifestantes foram igualmente feridos e presos e um caso especial chamou a atenção do mundo.
16আক্টিভিস্ট লইয়ার্স কালেক্টিভ-এর ভাষ্যমতে, পত্রিকার সংবাদকর্মীদের উপস্থিতি থেকে কিছু সহযোগিতা এসেছিল:
17বিশ্বকাপ কাভার করতে আসা অনেক বিদেশী সাংবাদিক বিক্ষোভ কর্মসূচির খোঁজ নিতে ঘটনাস্থলে এসেছিলেন। এসময়ে মিলিটারি পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে বোমা এবং রাবার বুলেট ছোঁড়ে।O professor de inglês Rafael Marques Lusvarghi, 29, depois de ser atingido no peito por balas de borracha é cercado por policiais e, sem oferecer resistência, é imobilizado com violência e spray de pimenta é jogado em seu rosto.
18এতে করে বেশ কয়েকজন বিদেশী সাংবাদিকও আহত হন।O perfil no Facebook do Anonymous Rio conta a história:
19এদের মধ্যে ব্রাজিলের সিএনএন-এর ব্যুরো প্রধান শাস্টা ডারলিংটন এবং প্রযোজক বারবারা আরভ্যানিটিডিস রয়েছেন।
20রয়েছেন আর্জেন্টিনার সাংবাদিক রড্রিগো অ্যাবডও। তার পায়ে বোমার আঘাত লেগেছে।[Ele] estava parado sozinho em frente à tropa ao lado do metrô Carrão quando levou dois tiros de borracha no peito.
21এক ফরাসি সাংবাদিকের পায়েও রাবার বুলেট লেগেছে।Em seguida, ele foi imobilizado pelo próprio comandante da operação e ao menos mais cinco PMs.
22ব্রাজিলের এসবিটি নেটওয়ার্কের ক্যামেরাম্যানের মাথায় বোমার টুকরো আঘাত করেছে।Mesmo algemado e imobilizado, Lusvarghi foi atingido por um jato de spray de pimenta nos olhos.
23ক্যাটালান সাংবাদিক সার্গে আলটাদিল ব্রাজিলে এসেছিলেন মাঠে বসে বিশ্বকাপ ম্যাচ কাভার করতে।Por causa da repercussão das imagens, ele perdeu nesta sexta seus dois empregos - em uma escola e em uma multinacional do setor de tecnologia.
24কিন্তু ফুটবল মাঠে নয়, তিনি এখন শুয়ে আছেন হাসপাতালের বেডে।Manifestante rendido é torturado com spray de pimenta no rosto.
25কারণ পুলিশ তার পায়ের কাছে টিয়ার গ্যাস বোমার বিস্ফোরণ ঘটায়।Imagem de uso livre. Apenas neste protesto foram 47 pessoas detidas e 37 feridas pela polícia.
26বিস্ফোরণের শব্দে তার কানের পর্দা ফেটে গেছে।O professor da UFRJ, Marcelo Castañeda, escreveu sobre a violência em São Paulo:
27অ্যাক্টিভিস্ট ড্যানিয়েল লিমা ফেসবুকে ঘটনার চিত্র তুলে ধরেছেন:A PM de São Paulo está brincando com fogo: agrediu indiscriminadamente manifestantes, jornalistas e quem estivesse pela frente.
28প্রশিক্ষিত পুলিশ বাহিনী এসে গেছে।Tem repórter da CNN ferida.
29তারা আমাদের ওপর লাঠিচার্জ করেই যাচ্ছে। সন্দেহ করা হচ্ছে, সাবওয়ে স্টেশন বন্ধ হয়েছে।A PM trabalhou para dispersar a manifestação antes de se concentrar, bloqueou a saída de metrô.
30অশ্বারোহী সৈন্যদের ডাকা হয়েছে।Detidos e feridos no local.
31চারদিকের রাস্তাঘাট বন্ধ করে দেয়া হয়েছে।Os manifestantes continuam resistindo.
32রাফায়েল মারকুইজ লাসভার্ঘির বয়স ২৯ বছর।Esse é o padrão FIFA: violência máxima!
33পেশায় ইংরেজির শিক্ষক।Toda solidariedade aos que foram covardemente agredidos!
34বিক্ষোভ প্রদর্শনকালে তার ওপর ঘটা পুলিশের ঘৃণ্য অত্যাচার সবার মনোযোগ কাড়ে। বিক্ষোভের সময়ে তার বুকে রাবার বুলেট আঘান হানে।Ainda em São Paulo o jornalista catalão Sergi Altadill teve uma perfuração no tímpano [es] após uma bomba de gás lançada [es] pela polícia estourar ao seu lado e encontra-se internado [es] em um hospital da cidade realizando exames.
35তিনি সেখানেই পড়ে যান। সেসময়ে পুলিশ তাকে ধরে ফেলে।No Rio de Janeiro um protesto pacifico contra a Copa foi também reprimido pela Polícia Militar.
36এরপর এক পুলিশ অফিসার তার চোখেমুখে মরিচের গুঁড়া স্প্রে করে।Na confusão o professor Pedro Guilherme Freire acabou sendo agredido e arrastado pela PM e detido.
37সাও পাওলোতে বিশ্বকাপ উদ্বোধনের দিন বিক্ষোভ চলাকালে পুলিশ রাফায়েল মারকুইজ লাসভার্ঘির ওপর মরিচের গুঁড়া স্প্রে করে।
38অ্যানানোমাস রিও ফেসবুক পোস্টে বিস্তারিত লিখেছেন:A agressão também foi gravada por ativistas. Professor Pedro Freire agredido e arrastado pela PM.
39সাবওয়ে কারিও'র সামনে একাকি দাঁড়িয়ে ছিলেন রাফায়েল।Foto de Daniel Fonsêca, usada com permissão.
40তার সামনেই ছিল পুলিশ বাহিনী। এ সময়ে পরপর দুটি রাবার বুলেট এসে রাফায়েলের বুকে লাগে।O ativista Rafael Rezende postou no Facebook um vídeo que mostra o momento em que um PM ataca uma manifestante pelas costas, dando início à violência generalizada contra manifestantes:
41তিনি মাটিতে পড়ে যান।Publicação by Rafael Rezende.
42এ সময়ে অপারেশন কমান্ডারসহ আরো পাঁচ অফিসার এসে তাকে নিস্তেজ করতে চোখে মরিচের গুঁড়া স্প্রে করে।A ativista Paula Kossatz postou ainda um vídeo onde ativistas são agredidos gratuitamente pela polícia em protesto noturno na orla do Rio de Janeiro: Publicação by Paula Kossatz.
43এ ঘটনার ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আর এর ফলশ্রুতিতে শুক্রবারের মধ্যে তার দুটি চাকরি হারান।Em Belo Horizonte, Minas Gerais, o fotógrafo da agência Reuters, Samuel Costa, foi ferido na cabeça enquanto a midialivrista e membro do Coletivo Mídia Ninja Karinny de Magalhães foi presa e torturada pela Polícia Militar.
44এর একটি স্কুলে শিক্ষকতা।O coletivo narrou no Facebook:
45অন্যটি প্রযুক্তি খাতের একটি মাল্টিন্যাশনাল কোম্পানির।
46রিও ডি জেনেরিও-তেও বিক্ষোভকারীদের বিরুদ্ধেও পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছে।Ao transmitir ao vivo o ato ‘Copa sem povo, tô na rua de novo' Karinny sofreu longa série de arbitrariedades por parte da Polícia Militar. […]
47পেদ্রো গিলহার্ম ফ্রেইরি নামের একজন অধ্যাপককে পুলিশ আটক করে টেনেহিঁচড়ে নিয়ে যায়। বিক্ষোভকারীরা তাকে আটক করার মুহূর্তটির ছবি তুলে রাখে।Mantida por mais de uma hora no interior de uma viatura, foi conduzida em sigilo para um quartel, onde foi espancada por cinco policiais até perder a consciência.
48বিশ্বকাপ বিক্ষোভের সময়ে রিও ডি জেনেরিও'র মিলিটারি পুলিশ প্রেদ্রো ফ্রেইরি নামের একজন অধ্যাপককে গ্রেফতার করে টেনেহিঁচড়ে নিয়ে যায়।Em seguida foi levada até a 6ª Delegacia Regional de Polícia Civil -Noroeste, onde passou a noite, prestou depoimento e realizou o exame de corpo delito.
49ছবি তুলেছেন ড্যানিয়েল ফনসেকা।
50অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। বিক্ষোভ চলাকালে ফেসবুকে এ ধরনের আরো কিছু ঘটনার ভিডিও প্রকাশ হয়েছে।Karinny é ré primária e está sendo acusada de fazer parte do grupo que virou de ponta cabeça uma viatura da Polícia Civil durante os protestos.
51অ্যাক্টিভিস্ট রাফায়েল রেজেনদে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে এক পুলিশ অফিসারকে দেখা যাচ্ছে, যিনি একজন বিক্ষোভকারীকে জাপ্টে ধরছেন।
52আরেক অ্যাক্টিভিস্ট পলা কোসেট আরেকটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন।Os vídeos da transmissão ao vivo mostram todo seu percurso durante a manifestação e comprovam a falsidade dessa afirmação.
53রিও ডি জেনেরিও-তে রাতেরবেলা বিক্ষোভকালে পুলিশ কীভাবে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করেছে, তা উঠে এসেছে।
54এদিকে রেভ্যুলেশন নিউজ নামের একটি ওয়েবসাইটেও একটি ভিডিও ছাড়া হয়েছে।Mais dois manifestantes que participavam da ação também foram detidos. A ativista Karinny de Magalhães.
55ভিডিওটিতে রিও ডি জেনেরিও থেকে অ্যাক্টিভিস্ট মিডিয়া গ্রুপ মারিয়াচি কালেক্টিভ-এর একজন সাংবাদিককে আটক করার দৃশ্য দেখা গেছে:
56মিনাস গেরেইস প্রদেশের বেলো হরিজোন্টে শহরে বিক্ষোভ চলাকালে রয়টার্সের ফটো সাংবাদিক স্যামুয়েল কোস্টা মাথায় আঘাত পেয়েছেন।
57এ সময়ে এখান থেকে ১৮ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।Foto de uso livre. No dia seguinte o coletivo Mídia Ninja informou de sua soltura:
58বিক্ষোভের সময় গাড়িতে ইঁট-পাটকেল নিক্ষেপের অভিযোগে কালেক্টিভ মিডিয়া নিনজা গ্রুপের সদস্য ক্যারিনি ডি মাগাহেজকে আটক করেছে পুলিশ।Alvará de Soltura não só da NINJA Karinny Magalhães mas também dos outros ativistas presos acaba de ser emitido e o oficial de justiça já esta a caminho do presídio para liberá-los.
59উল্লেখ্য, বিক্ষোভস্থল থেকে সরাসরি সংবাদ প্রতিবেদন পাঠানোর জন্য তাকে ছোটাছুটি করতে দেখা গিয়েছিল।A Grande notícia é que a mobilização feita por todos nós conseguiu a liberação de TODOS os ativistas presos ILEGALMENTE durante os protestos de ontem em BH!
60কালেক্টিভ মিডিয়া নিনজা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, একটি মিলিটারি ব্যারাকে নিয়ে গিয়ে জ্ঞান হারানোর আগ পর্যন্ত ৫ জন পুলিশ তাকে মারধর করেছে।O coletivo Pós TV reproduziu vídeo gravado por Karinny e transmitido ao vivo por streaming para todo o mundo em que a mostra sendo presa (a partir de 1:10):
61জ্ঞান হারানোর পর সেখান থেকে তাকে সিভিল পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়।
62পরের দিন তিনি ছাড়া পান।Em Minas Gerais foram 18 presos.
63বিশ্বকাপেরর বাকিটা সময় জুড়ে ব্রাজিলকে বিক্ষোভ দমন করে রাখতে হবে।O site Revolution News divulgou também vídeo que mostra jornalistas do coletivo Mariachi sendo presos no Rio de Janeiro:
64সারাদেশ জুড়ে যেসব বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, তাতে “আমরা বিশ্বকাপ চাই না”, “অধিকার ছাড়া আমরা বিশ্বকাপ চাই না” লেখা ব্যানার দেখা গেছে।Novos protestos por todo o país são esperados nos próximos dias e especialmente nos dias dos jogos do Brasil com os lemas #NãoVaiTerCopa e “Sem Direitos Não Vai Ter Copa”.