Sentence alignment for gv-ben-20120424-25268.xml (html) - gv-por-20120419-29825.xml (html)

#benpor
1আর্জেন্টিনাঃ তেল কোম্পানি ওয়াইপিএফ-এর জাতীয়করণে ব্লগারদের প্রতিক্রিয়াArgentina: Repercussão na Blogosfera do Anúncio de Nacionalização da YPF
2স্পেনের রেপসল কর্তৃক পরিচালিত তেল কোম্পানি ওয়াইপিএফ-এর জাতীয়করণের ঘোষণা ও এর ৫১% শতাংশ আর্জেন্টাইন সরকারের প্রাপ্যতা নিয়ে আর্জেন্টাইন ব্লগসমূহে এর পক্ষে ও বিপক্ষে তুমুল প্রতিক্রিয়া হয়েছে। মূলত, এর সাথে আর্জেন্টিনায় অন্যান্য ব্যাপার নিয়ে ক্রিস্টিনা ফার্নান্দেজ দি কির্চনার সরকারের পক্ষে ও বিপক্ষে মতামত রয়েছে।O anúncio da nacionalização da empresa petrolífera YPF, controlada pela espanhola Repsol, e a transferência de 51% das cotas para o governo argentino geraram várias reações no blogosfera argentina, com opiniões divididas entre os que são a favor ou contra o governo de Cristina Fernandez de Kirchner.
3কির্চনার পক্ষের একটি ব্লগ ArtePolítica [es]-এ সেবাস্টিয়ান বলেন যে “রেপসল-ওয়াইপিএফ সবসময়ই লজ্জাজনক” এবং মতামত দেন যে,Em ArtePolítica [es], um blog próximo do partido de Kirchner, Sebastian diz que “Repsol-YPF sempre foi uma vergonha” e continua dizendo que,
4পেট্রোব্রাস[একটি ব্রাজিলিয়ান আধা সরকারি শক্তি উৎপাদন সংস্থা] মডেলই সর্বোৎকৃষ্ট: ঝুঁকি নিয়ে স্টক মার্কেটে পাশাপাশি টিকে আছে যার খুব পেশাদার ব্যবস্থাপনা রয়েছে, এবং রাষ্ট্রীয়ভাবে ও তেলসমৃদ্ধ প্রদেশগুলো বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে।O modelo da Petrobras [empresa de energia brasileira semi-pública] parece o mais apropriado: uma joint venture e parcialmente na bolsa de valores, uma gerência altamente profissional, e controlo acionário majoritário por parte do Estado e províncias petroleiras.
5IndiePolitik-এ [es] এই সিদ্ধান্তের বিরোধী রাজনীতিবিদ ও পত্রিকার কলামলেখকদের কিছু মতামত দেয়া রয়েছে, যেখানে এই প্রসঙ্গে ব্যঙ্গ করে প্রশ্ন করা হয়েছেঃEm IndiePolitik [es], fazem uma seleção das citações de políticos e colunistas que são contra a medida, entretanto em um contexto irônico da questão,
6কোন সন্দেহ আছে, ওয়াইপিএফ এর এই জোরদখল একটি সঠিক ও ঐতিহাসিক কাজ যেখানে আইএমএফ, ম্যাক্রি, ক্যারিও, দি নেশন, দি ইউসিআর, দি নারভেজ ও ক্ল্যারিন এর প্রতিদ্বন্দ্বী?Que dúvidas existem que a expropriação da YPF seja uma medida correta e histórica quando os oponentes são o IMF, Macri, Carrio, The Nation, o UCR dependente, De Narváez e Clarin?
7এই খবরের প্রতিক্রিয়ার সারমর্ম রাষ্ট্রীয় সংবাদ বাহক সংস্থা টেলাম থেকে Agenda Digital [es] ব্লগ কর্তৃক টুইটারে দেয়া হয়েছে।A Agenda Digital [es], da agência de notícias oficias Telam, resumiu o impacto das notícias no Twitter.
8Saber Leyes no es Saber Derecho-এ [es], জাতীয়করণের কিছু ফলাফল আলোচনা করা হয়েছে, বিশেষ করে এ সম্পর্কিত যে বিলটি প্রেসিডেন্ট কংগ্রেসে পাঠিয়েছেন, তার বৈধতাই এখন আলোচ্য বিষয়।Em Saber Leyes no es Saber Derecho [es], algumas das conseqüências da nacionalização são discutidas, particularmente de um ponto de vista legal da lei correspondente enviada ao Congresso pela Presidente, e que estão em atual discussão [es].
9ফ্লিকার ব্যবহারকারী ক্রিস্টিয়ান কর্ডোভা কর্তৃক ছবিটি প্রকাশিত (সিসি বিওয়াই ২.Foto "YPF" do usuário do Flickr Christian Córdova. (CC BY 2.0)
10০) Economía Posible [es] দেখিয়েছে যে, কির্চনার সরকারের আমলে উৎপাদন ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং ধারণা করেছে কি হয় যদি “এর জন্য যারা বিগত নয় বছর ধরে বিদ্যুৎ উন্নয়নের সাথে জড়িত আছেন, সেই দায়ী ব্যক্তিরা যদি বলে উঠেন তারা আমাদের ‘বাঁচাবেন'”।Economia Possible [es] indica que durante o governo de Kirchner houve uma redução significativa na produção e questiona se “as mesmas pessoas responsáveis pela política de energia nos últimos nove anos são as que dizem que irão nos ‘salvar'”.
11এক ঐতিহ্যবাহী আর্জেন্টাইন এবং বর্তমান বিরোধীদল ইউনিয়ন সিভিকা র‍্যাডিক্যাল (র‍্যাডিক্যাল সিভিক ইউনিয়ন) সমর্থিত ব্লগগুলোর মধ্যে Hernán Haynes [es] বলেছে যে ওয়াইপিএফ এর জাতীয়করণ আর্জেন্টাইন সংবিধান বিরোধী।Entre os blogs conectados com a Union Civic Radical (União Cívica Radical) [es], um tradicional partido argentino e parte da atual oposição, Hernan Haynes [es] disse que a nacionalização da YPF vai contra a constituição argentina.
12Comunicación Ambiental-এ [es] এডুয়ার্ডো সোলের বিস্মিত হয়েছেন যে জাতীয়করণের ঘোষণার সময় যখন বলা হয়েছিল “সর্বস্বীকৃত তেল”, তখন এর কোন মালিকানা ছিল না কেন, যা এটি বাড়ানোর জন্য প্রয়োজনীয় জটিল প্রযুক্তির জন্য দরকার।Em Comunicacion Ambiental [es], Eduardo Soler questiona o porquê de o anúncio da nacionalização não ter nenhuma referência à energia limpa enquanto mencionava “petróleo não-convencional,” o qual geralmente requer mais tecnologia para extração.
13সবশেষে, Vaca.org [es] আর্জেন্টিনায় ওয়াইপিএফ এর জাতীয়করণের প্রতিক্রিয়াকে ছাড়িয়ে চীন ও উন্নয়নশীল দেশগুলোতে বৈশ্বিক অর্থনৈতিক নিয়ম পরিবর্তনের উপর পর্যালোচনা করেছে।Finalmente, olhando além do impacto da nacionalização da YPF na Argentina, o Vaca.org [es] analisa o caso no contexto de mudanças no sistema das economias globais, desde o crescimento da China até as nações desenvolvidas.