# | ben | por |
---|
1 | বিশ্ব: মোজিলা ড্রামবিট উন্মুক্ত ওয়েব-এর বিস্তৃতি ঘটানোর চেষ্টা করছে | |
2 | মোজিলা ফাউন্ডেশন, ইন্টারনেট ব্রাউজিং সফ্টওয়্যার ফায়ারফক্স এর নির্মাতা। | Global: Mozilla Drumbeat Busca Expandir a Web Aberta |
3 | তারা ড্রামবিট নামক এক প্রকল্পের উদ্বোধন করেছে। এটি এমন এক প্রকল্প যার মাধ্যমে বিভিন্ন বৈচিত্র্যময় প্রেক্ষাপটের এবং বিশ্বের বিভিন্ন অংশের লোকেদের এক করার চেষ্টা করা হবে, যাদের লক্ষ্য থাকবে ওয়েবকে উন্মুক্ত করে রাখার এক প্রচারণা। | A Mozilla Foundation, criadora do navegador de internet Firefox, lançou o Drumbeat, um projeto que busca reunir pessoas com os mais diversos perfis e de várias partes do mundo para pensar em projetos que promovam a abertura da web. |
4 | শিক্ষক, প্রযুক্তিবিদ, ডিজাইনার, ডেভেলপার, আইনজীবী, অনুবাদক: যারা ওয়েব ব্যবহার করে এমন সব পেশার লোক এবং যারা ওয়েব ভালোবাসে তাদের আহ্বান জানানো হয়েছে, যাতে ওয়েবকে আরো উন্নত করা যায় এবং এটিকে উন্মুক্ত এবং বিনে পয়সায় ব্যবহার করা সম্ভব হয়। | Professores, designers, desenvolvedores, advogados, tradutores, jornalistas: todo mundo que usa e ama a web está convidado a ajudar a torná-la um lugar melhor, e mantê-la aberta e livre. |
5 | ড্রামবিটের সকল কর্মকাণ্ড কেবলমাত্র ওয়েবকে উন্মুক্ত রাখার এবং তার উন্মুক্ত স্বভাবকে বজায় রাখার জন্য: | O Drumbeat se trata de manter a web aberta, e salvaguardar sua natureza: |
6 | আমরা এক আন্দোলনকে প্রজ্বলিত করতে চাই। | Queremos lançar um movimento. |
7 | আমরা আগামী ১০০ বছরের জন্য ওয়েবকে উন্মুক্ত করে রাখতে চাই। | Queremos manter a web aberta pelos próximos 100 anos. |
8 | এর প্রথম ধাপ: আপনাকে এমন এক কাজের জন্য আমন্ত্রণ জানানো যা ওয়েবকে সাহায্য করতে পারে। | O primeiro passo: convidá-lo a fazer coisas que ajudam a web. |
9 | এটাই ড্রামবিট-এর ব্যবহারিক প্রকল্প এবং এর মাধ্যমে স্থানীয় পর্যায়ের কর্মকাণ্ড পরিচালনা করা, যা বুদ্ধিমান ও সৃষ্টিশীল লোকদের জড় করবে, তাদের বড় মাপের চিন্তা, সমস্যা সামাধান এবং উন্মুক্ত ওয়েব নির্মাণের জন্য। | Isso é o Drumbeat - projetos práticos e eventos locais que reúnem pessoas inteligentes e criativas em torno de grandes ideias, solucionando problemas e construindo a web aberta. |
10 | উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে ইউনির্ভাসেল সাবটাইটেল। এটি একটি সফ্টওয়্যার নির্মাণ প্রকল্প এবং ওয়েবে প্রতিদিন যে সমস্ত ভিডিও জমা পড়ে সেই সমস্ত বিদেশী ভাষার উপাখ্যান, শিরোনাম এবং অনুবাদ করার এক বিশ্ব সম্প্রদায়। | Entre os projetos destacados, Universal Subtitles, um projeto de software e comunidade global para legendar e traduzir cada vídeo que existe na rede. |
11 | ব্রেট গেইলর-এর ওয়েবমেডমুভিস (আরআইপি: দি রিমিক্স মেনিফেস্টোর পরিচালক), এক সৃষ্টিশীল গবেষণার রূপান্তর, যে ভাবে আমরা ওয়েবে ভিডিও নির্মাণ এবং তার অভিজ্ঞতা লাভ করি, এবং পি২পিইউ স্কুল অফ ওয়েবক্রাফট যা ওয়েব ডেভেলপ বা উন্নয়ন-এর দক্ষতা লাভের জন্য নতুন এক উপায়, যার মাধ্যমে শিক্ষা প্রদান এবং শিক্ষা লাভ করা যায়। | WebMadeMovies por Brett Gaylor (produtor de RIP: The Remix Manifesto), um laboratório de inovação que transforma o modo como criamos e experimentamos vídeo na web, e a P2PU School of Webcraft, uma poderosa nova forma de ensinar e aprender habilidades de desenvolvimento web. |
12 | সাওপাওলোতে মোজিলা ড্রামবিট, জুন ২০১০, ছবি ডিয়োগো কেসেয়াস। | Mozilla Drumbeat em São Paulo, Junho 2010. Foto por Diego Casaes. |
13 | মার্চ ২০১০ এ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে মোজিলা ড্রামবিট-এর আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন হয়েছে। | Uma série de outros projetos interessantes também estão listados no site do Drumbeat. |
14 | ওয়েবে এই প্রকল্পে কাজের জন্য লোকদের জড় করা ছাড়াও, মোজিলা দলটিকে স্থানীয় এলাকা ও শহরের মানুষদের সাথে মিলিত হবার জন্য উৎসাহিত প্রদান করেছে যাতে উন্মুক্ত ওয়েব নিয়ে আলোচনা করা যায়। | Help me Investigate, um projeto para descentralizar o jornalismo investigativo, quebra o processo de investigação em pequenas etapas para que voluntários possam ajudar na investigação e verificação das notícias. Confira a página de projetos atuais. |
15 | এখন পর্যন্ত ব্রাজিলে ড্রামবিটের চারটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে: সাম্প্রতিকতম অনুষ্ঠানটি সাও পাওলোতে অনুষ্ঠিত হয়েছে [পর্তুগীজ ভাষায়] এবং দেশটির ১৩ বিভিন্ন অঞ্চল থেকে ব্যক্তিরা এখানে জড় হয়েছিল: দেশের একেবারে দক্ষিণে আমাজানের গহীন থেকে লোকেরা এসেছিল। | Mozilla Drumbeat foi lançado oficialmente no Rio de Janeiro, em março de 2010. Além de reunir pessoas na web para trabalhar em projetos, a Mozilla encoraja grupos a se encontrarem em pequenos eventos locais em sua vizinhança e cidades para discutir sobre a web aberta. |
16 | | Até agora, houve quatro eventos Drumbeat no Brasil; o último aconteceu em São Paulo e reuniu pessoas de 13 estados do país: participantes do extremo sul ao coração da Amazônia. |
17 | এ ছাড়াও প্যারিস, টরোন্টো এবং বুলগেরিয়ায় ড্রামবিটের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। | Houve também eventos em Paris, Toronto e Bulgária. |
18 | অতীতের অনুষ্ঠান এবং সামনে আগত অনুষ্ঠান সম্বন্ধে তথ্য পাওয়া যাবে এই পাতায়। | Mais informações sobre os eventos anteriores e os próximos podem ser vistas nesta página. |
19 | একটি সীমাবদ্ধ ইন্টারনেট, উদ্ভাবনী ক্ষমতা এবং বাণিজ্যকে ধীর গতির করে ফেলতে পারে এবং সহযোগিতামূলক কর্মকাণ্ডকে নষ্ট করে ফেলে। | Uma internet fechada desacelera a inovação e comércio, e reprime a colaboração. |
20 | ওপেন ওয়েবকে প্রযুক্তিগতভাবে ওয়েলেড গার্ডেন, রোডব্লক, গেটকিপারস, সেন্ট্রালাইজেশন নামক নিয়ন্ত্রণ উপাদান ও ব্যাক্তিগত গোপনীয়তা নিয়ন্ত্রণ এর মাধ্যমে হুমকির মুখে ফেলা হয়। | A web aberta está ameaçada por jardins murados [en], bloqueios, gatekeepers, centralização e falta de controle de privacidade. |
21 | এ কারণে ড্রামবিট এটিকে উন্মুক্ত করার জন্য এই সমস্ত চিন্তা করছে এবং ব্যক্তির কাছে যাচ্ছে, যাতে এটা নিশ্চিত করা যায় যে ওয়েব সব সময় উন্মুক্ত এবং স্বাধীন থাকে। | Por essa razão, o Drumbeat está buscando ideias e indivíduos para garantir que a web seja aberta e livre para sempre. |
22 | একটি প্রকল্প শুরু করুন অথবা এমন একটি প্রকল্পে যোগ দিন যা ইতোমধ্যে চালু রয়েছে! | Comece um projeto, ou ingresse em um que já esteja acontecendo! |