Sentence alignment for gv-ben-20081215-1450.xml (html) - gv-por-20081218-1498.xml (html)

#benpor
1বাংলাদেশ: ব্লগাররা নকল তাজ মহল কেলেন্কারীর উদঘাটন করেছেনBangladesh: Blogueiros revelam o falso Taj Mahal
2আপনি যদি আগ্রার (ভারত) তাজ মহল দেখতে যেতে না পারেন তাহলে তাজ মহল আপনার সাথে দেখা করতে আপনার দেশে আসবে।Se fica difícil para você visitar o Taj Mahal em Agra (India), então o Taj Mahal terá que ir visitá-lo em sua cidade.
3গত কয়েকদিন ধরে প্রচার মাধ্যমে আমরা বাংলাদেশের একটি আজব আর মজার খবর পড়ছি।Nesses últimos dias fomos pegos de surpresa por uma matéria interessante e curiosa vinda de Bangladesh.
4এটা প্রথমে এএফপি জানিয়েছে আর তারপরে দ্রুত বাংলাদেশ, ভারত আর আন্তর্জাতিক বাজারের সংবাদ মাধ্যমগুলো এটা তুলে ধরেছে (এর মধ্যে কয়েকটার লিঙ্ক ১, ২, ৩, ৪, ৫, ৬)।Parece que esta matéria foi publicada pela AFP [Agence France-Presse] [en] e então rapidamente foi pinçada pela MSM [Mainstream Media] em Bangladesh, Índia e mercados Internationais (links 1[en] , 2[en] , 3[en] , 4[bn], 5[en] , 6[bn] para citar somente alguns).
5খবর হলো এটা: বাংলাদেশের একজন ধনী চলচ্চিত্র নির্মাতা আগ্রার ঐতিহাসিক তাজ মহলের ‘হুবহু নকল' করেছেন রাজধানী ঢাকার ৩০ কিমি বাইরে একটা ছোট শহর সোনারগায়ে।A notícia foi a seguinte: um rico produtor de cinema de Bangladesh construiu ‘uma réplica exata' do legendário Taj Mahal de Agra, em Sonargaon, uma pequena cidade a 30km da capital, Daca.
6দৃশ্যত: আহসানুল্লাহ মনি নামে এই ধনী ব্যক্তি আগ্রায় ভ্রমণের সময়ে এই ঐতিহাসিক ভবনের প্রেমে পড়েন আর সিদ্ধান্ত নেন এর হুবুহু একটা প্রতিরুপ তার দেশে বানাবেন যাতে তার দেশের মানুষ আগ্রায় যাওয়ার খরচ বাঁচিয়ে মূল ভবন দর্শনের সাধ মেটাতে পারেন।Aparentemente, o rico cavalheiro, Ahsanullah Moni, encheu-se de amores pelo monumento histórico em suas visitas a Agra e decidiu construir uma réplica exata em seu próprio país, para proporcionar a seus conterrâneos um gostinho do original, sem que tenham que realizar uma viagem dispendiosa até a distante Agra.
7জনাব মনি মিডিয়াকে যা জানিয়েছেন তা হলো (আর মিডিয়া তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করেছে) তার ৫ বছরের একটু বেশী সময় লেগেছে (আসলটা নির্মাণ করতে ২০ বছরের বেশী সময় লেগেছিল) এই মুর্তিমান সাইজের নকল তৈরি করতে আর এটা নির্মান করতে ব্যায় হয়েছে ৪০০ কোটি টাকা (৫৮ মিলিয়ন আমেরিকান ডলার)।De acordo com o que Mr. Moni declarou à imprensa (reproduzido de forma religiosa pela mídia, por sua vez), é que levou um pouco mais de 5 anos (o original levou mais de 20 anos de construção) para que essa réplica fosse construida em tamanho real a um custo de 58 milhões de dólares.
8প্রচার মাধ্যম আরো জানিয়েছে যে শত শত ডিজাইনার আর কর্মীকে এই প্রোজেক্টে ব্যবহার করা হয়েছে (আসলটায় প্রায় ২০,০০০ লোক লেগেছিল) আর খুঁটিনাটির প্রতি দৃষ্টি দেয়ার লক্ষ্যে একদল আসলে আগ্রায় গিয়ে মূল ভবনটি ইঞ্চি ইঞ্চি মেপে এনেছে।A MSM relatou também que centenas de trabalhadores e projetistas foram convocados para esse projeto (o original necessitou por volta de 20.000 pessoas) e, como marca de uma atenção precisa aos detalhes, uma equipe foi, de fato, a Agra e tirou as medidas da estrutura original, polegada a polegada.
9শোনা গিয়েছিল যে চোখ ধাঁধানো আসলটার নকল করতে গিয়ে ১৬০ কেজি (৩৫৩ পাউন্ড) পিতল, মার্বেল আর গ্রানাইট ইতালি থেকে আমদানী করা হয়েছে আর এই নির্মাণে ব্যবহারের জন্য বেলজিয়াম থেকে হীরে আনানো হয়েছে।Há relatos de que a fim de recriar o deslumbrante original, 160kg (353lb) de bronze, mármore e granito foram importados da Itália e diamantes foram trazidos de avião, da Bélgica, para serem usados na construção.
10বর্ণনার এই অতিরন্জন মানুষের মধ্যে সাথে সাথে গুঞ্জন সৃষ্টি করেছে আর তার পরেই ঢাকাতে ভারতের হাই কমিশনের দৃষ্টি এই দিকে আকৃষ্ট হয়।A suntuosidade da descrição provocou, de imediato, rumores e logo a réplica chamou a atenção do Alto Comissariado Indiano em Daca, que expressou irritação [en] por ter que lidar com um ‘falso' Taj criado bem em baixo de seu nariz.
11তারা তাদের বিরক্তি প্রকাশ করেছিল হঠাৎ করে তাদের নাকের ডগায় নকল একটা ‘তাজ' তৈরি হয়েছে বলে।
12মজার ব্যাপার হলো যখন পড়শীদের মধ্যে সম্পর্ক খারাপ যাচ্ছে তখনই প্রচার মাধ্যমগুলো কঠিন কিছু বাক্যসহ উস্কানীমূলক কিছু প্রতিবেদন দিয়েছে যেমন, “বাংলাদেশ আর ভারতের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে যখন যানা যায় যে একজন চিত্র পরিচালক তাজ মহলের হুবহু নকল নির্মাণ করছেন।”O interessante é que, neste momento em que a tensão entre os vizinhos está alta, a MSM logo difundiu relatórios enganosos sobre essa reação com frases fortes [en] como “Tensão entre Bangladesh e Índia aumentou depois que veio à tona que um diretor de cinema está construindo uma cópia tamanho real do Taj Mahal”.
13‘কূটনৈতিক হৈচৈ', ‘ভারতের রাগ' আর অন্যান্য ব্যাপার নিয়ে প্রচার মাধ্যমে অনেক কিছুই লেখা হচ্ছে।Houve narrativas sobre os “fracassos diplomáticos”, a “revolta” da Índia e assim por diante.
14এইসব প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বাংলাদেশের কর্তৃপক্ষের কারো কারো কাছ থেকে মন্তব্য এসেছে যে কোন বাংলাদেশী যদি আসলেই তাজকে পুন:নির্মান করে থাকেন, ভারত এই নিয়ে সমস্যা করতে পারেনা কারন ঐতিহাসিক স্থাপত্যের কপিরাইটের নিয়ম নেই।Tais artigos, por sua vez, provocaram comentários de um setor do funcionalismo de Bangladesh que sentiu que, se eles haviam de fato re-criado o Taj, a Índia não tinha o direito de criar uma tempestade já que eles eram da opinião de que monumentos históricos não podiam ser protegidos por direitos autorais.
15মিডিয়ার মাত্র কয়েকটি পরে জানিয়েছিল যে ভারতীয় হাই কমিশন বিষয়টা তদন্ত করে জানিয়েছে যে দর্শকরা প্রভাবিত হবে না কারন আসলটার জৌলুস নকলটিতে আসা সম্ভব না।Somente uns poucos na mídia, mais tarde relataram que o Alto Comissariado Indiano, depois de investigar o incidente, havia declarado que era improvável que os visitantes tomassem um pelo outro e que era improvável que a réplica viesse a depreciar [en] o esplendor do original.
16প্রচার মাধ্যম গুলো যখন ওই মুখরোচক সংবাদ নিয়ে দারুণ সময় কাটাচ্ছিলো, শত শত বাংলাদেশের মানুষ ভীড় করেছিল এই নতুন বিষ্ময় দেখার জন্য, যা তাদের দোড় গোড়ায় আনা হয়েছে।Enquanto a MSM tirava proveito da situação, a população de Bangladesh se amontoava às centenas para dar uma olhada nesta nova maravilha trazida à soleira de sua porta.
17কিছু বাংলা ব্লগারও ওখানে গিয়েছিলেন দেখতে যে কি নিয়ে এই হৈচৈ।Alguns blogueiros bengaleses também visitaram o local para verificar o motivo dessa bagunça.
18কিন্তু তখনই আসলে জানা যায় যে এই পুরো ব্যাপারটিই একটা দৃষ্টি আকর্ষণের ধান্ধা, আর তাজের নামে টাকা বানানোর একটা কৌশল।Foi então que se descobriu que todo este exagero não era, talvez, mais do que uma propaganda, uma maneira enganosa de ganhar dinheiro com o nome do Taj.
19ব্লগার ঝড়ো হাওয়া তার অভিজ্ঞতার কথা বলেছেন:O blogueiro Jhorohaowa [bn] escreve sobre sua experiência:
20মদনপুর বাসস্টান্ড নেমে দেখি টেমপুওয়ালারা 'তাজমহল' বলে চিল্লাইতেছে। কেউ ভাড়া চাচ্ছে ৩০/- টাকা, কেউ ৪০/- টাকা।No ponto de ônibus de Madanpur, ouvimos o motoristas de tempo (rickshaw [espécie de carroça, normalmente puxada por homens] motorizado, um meio de transporte público) gritando “Taj Mahal”.
21আধঘন্টা টেম্পু দিয়ে চলার পর একগ্রামে এসে থামলাম।Alguns estavam cobrando uma passagem de 30 Taka [moeda de Bangladedh], outros estavam pedindo 40 Taka.
22সামনে বিশাল জ্যাম আর হাজার হাজার মানুষ।Depois de viajar por 30 minutos de tempo, chegamos a um vilarejo.
23সবাই তাজমহল দেখতে আসছে। অপেক্ষা না করে নেমে হাটা দিলাম।A estrada afrente estava lotada com milhares de pessoas que tinham vindo para ver o “Taj Mahal”.
24প্রায় দুই কিলো হাটার পর তাজমহল কম্পাউন্ডে আসলাম, প্রবেশ মুল্য ৫০/- টাকা।Descemos do tempo e andamos cerca de 2km até chegar ao conjunto cercado por grades do “Taj Mahal”.
25কোন ব্যাপার না, আগ্রা গেলে আরো খরচ হইতো।O bilhete de entrada custava 50 Taka.
26তাড়াতাড়ি টিকেট কেটে ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করলাম।Tudo bem, pensamos, uma viagem até o Taj original teria custado infinitamente mais.
27তাজমহলের চেহারা দেইখা মুখটা অটোমেটিক হা হয়ে 'শালা' শব্দটা যে কেমনে বের হয়ে আসলো বুঝবার পারি নাই।Depois de comprar os bilhetes, fizemos nosso caminho pelo meio da multidão e entramos no conjunto.
28আমার ঢাকাইয়া বন্ধুটি মুখ আর আটকাইয়া রাখা গেলো না।Depois de ver o Taj, não havia nada que pudéssemos fazer para segurar os insultos que fluiam de nossas bocas.
29সে গাইল শুরু করলো- (গালি)রা টয়লেটের টাইলস লাগাইছে, মালিক পক্ষের সব (গালি)'রা ভাগছে, একটারে ডাইকা আইনা যে পাবলিক গাইলাইবো সেই উপায় নাই, (গালি)রা এই ঈদের দিনে পাবলিকরে 'বাকরা' টুপি লাগায় দিলো … ইত্যাদি ইত্যাদি।Meu amigo de Daca não se conteve. Ele disse, “fizeram uso de ladrilhos de banheiro e agora os proprietários fugiram para não serem colocados contra a parede e terem que ouvir nossa opinião … nesse feriado de Eid, nos fizeram de tolos, etc, etc.
30ঝড়ো হাওয়া আরো লিখেছেন যে অসম্পূর্ণ ও বাজেভাবে ডিজাইন করা একটা নির্মাণ মিডিয়ায় হৈচৈ ফেলে উদ্বোধন করে এই প্রকল্পের উদ্যোক্তারা এই ঈদ মৌসুমে তাদের দ্রুত টাকা বানানোর কৌশল নিয়েছিল এটা ফাঁস হয়ে গেছে।Jhorohaowa também escreve que ao inaugurar uma construção incompleta e mal projetada com tal nível de divulgação fantasiosa na mídia os empreendedores do projeto deixaram claro seu objetivo de conseguir uma grana fácil durante o feriado do Eid.
31বিবর্তনবাদী নামে আর একজন ব্লগার সেখানে গিয়েছিলেন এবং খুবই অখুশী হয়েছেন হলুদ সাংবাদিকতার শিকারে পরিণত হয়ে; তিনি তার ব্লগে লিখেছেন:Bibortonbadi [bn] , outro blogueiro que visitou o local, também estava muito perturbado por ter caído na armadilha de um jornalismo sensacionalista; ele anotou em seu blogue:
32কিছুই দেখবার মত নাই। শুভ্র তাজমহলের সোকলড রেপ্লিকা বানিয়েছে সাদার মাঝে নানা রঙ্গের টাইলস দিয়ে।Não há nada que valha a pena ver. A assim chamada “réplica” do grandioso Taj foi feita com ladrilhos coloridos.
33সংবাদপত্রে কত কিছুই না পড়লাম। খরচ ৪০০ কোটি টাকা, ইতালি থেকে আনা মুল্যবান পাথর ও টাইলস, বেলজিয়াম থেকে আনা ১৭২ টি হীরক খন্ড, গম্বুজের উপরে চারমন ওজনের ব্রোঞ্জ, কোথায় এসব???Havia lido tantas coisas nos jornais - 400crores de Taka [1 crore= 10 milhões], mármore valioso e ladrilhos da Itália, 172 diamantes da Bélgica, 160kg de bronze no domo…onde está tudo isso?
34৪০০ কোটি টাকা কি পান্তা ভাত নাকি!Seriam 400crores de Taka tão pouco assim?
35নর্মাল ইট-সিমেন্টের একটা স্ট্রাকচারের উপরে দেশী টাইলস্ (আমার বন্ধু বাড়ির কাজকর্ম ভাল বোঝে, তার মতে টাইলস গুলো দেশী) বসানো।Ladrilhos locais numa estrutura comum e simples de tijolos… mesmo o trabalho de ladrilho é o de um amador… a estrutura está ainda inacabada.
36এমন কি টাইলসের কাটাও ঠিক মত হয় নাই, আনাড়ি হাতের কাজ।Mesmo que depois de tudo isso eles ainda queiram colocar mármore italiano, onde irão colocá-lo?
37এখনও ফিনিশিং সম্পূর্ণ হয় নাই।Todos os visitantes estavam chateados e se sentindo enganados….
38ইতালির পাথর যদি পরে বসাবার ইচ্ছাও থাকে তবে কোথায় বসাবে?Depois de 10 minutos, percebemos que não havia nada no interior para se ver. Fomos embora.
39দর্শনার্থীরা সবাই বিরক্ত এবং নিজেদের প্রতারিত ভাবছেন…প্রায় ১০ মিনিট দেখবার পরেই বুঝতে পারলাম আমাদের জন্য ভেতরে আর কিছুই নেই।
40বেরিয়ে হাটা ধরলাম। পথে অনান্য দর্শনার্থীদের সাথে কথা হল, সবার একই উত্তর “ভূয়া”।No caminho de volta, falamos com outros visitantes e percebemos que havia somente uma expressão correndo de boca em boca - “que enganação!”
41এই ব্লগার একটা ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে দর্শনাথীরা তাজ দেখছেন আর তাদের হতাশা ব্যক্ত করছেন:O blogueiro coloca um vídeo na internet que mostra as pessoas se aglomerando para ver o Taj e expressando sua decepção:
42প্রথম বাংলা আহসানুল্লাহ মনির ওই উদ্যোগ সম্পর্কে জনগণের প্রতিক্রিয়াকে তার নিজের কথায় ব্যক্ত করেছেন:Prothom Bangla [bn] faz uma reflexão sobre os sentimentos dos visitantes que descrevem a empreitada de Ahsanullah Moni:
43পাগল হিন্দি সিনেমা নকল করতে করতে, মাথা আওলাইয়া গেছে।“Este sujeito perdeu a cabeça por produzir filmes que são cópias dos filmes indianos.
44দেখছে। ভাল আয় রোজগার।Ele percebeu que isso traz um bom dinheiro.
45এখন তাজ মহল নির্মান করছে।Sendo assim, construiu esta (cópia de) Taj Mahal.
46পাঁজি যে টাকা খরচ করেচে, সেই টাকা যদি দেশের হত-দরিদ্র মানুষের উন্নয়নে কাজে লাগাত তাহলে হত গরীবের উপকার।Se ele aplicasse os milhões que gastou aqui em causas voltadas para as pessoas pobres poderia trazer benefício ao país.”
47বিবর্তনবাদী সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন তাদের অতিরন্জিত প্রতিবেদনের সাহায্য নিয়ে এইসব প্রতারকদের সহায়তা করার জন্যে।Bibortonbadi vai em frente e questiona o papel da MSM no estímulo que deu a esta fraude com seu relato exagerado.
48তিনি বলেছেন:Ele diz [bn]:
49অবাক লাগল এই যে দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা গুলো কিভাবে কোন রকম খোজ খবর ছাড়াই ৪০০ কোটি টাকার বিনিয়োগ, ১৭২ টি হীরক খন্ড, ইতালির টাইলস/পাথরের ভূয়া খবর ছাপালেন। ৪০০ কোটি টাকা কি কম?Fiquei surpreso de perceber que os jornais diários mais importantes do país não fizeram qualquer verificação antes de escrever sobre essas declarações falsas, tais como as dos 400crores BD Taka (58 millions de dólares americanos), 172 diamantes, mármore italiano, etc. Seriam 400crores uma brincadeira de criança?
50এত টাকার বিনিয়োগে, একটি বিখ্যাত স্থাপনার রেপ্লিকা তৈরি ব্যাপারে তারা কি সরোজমিনে একবারও ঘুরে দেখে আসবার সময় করতে পারলেননা।Quando houve referência a tamanha quantia em dinheiro, não encontraram tempo para verificar se o fato era verdadeiro antes de publicá-lo da maneira como o fizeram? No máximo, teriam tido que viajar por 1 hora e meia para tirar a dúvida.
51ঢাকা থেকে নারায়নগঞ্জের, সোনারগাঁয়ের পেরাবো গ্রামে যেতে বড়জোর এক দেড় ঘন্টাই লাগত!! এই দেশে কি খবরের অভাব আছে?Há tanta carência assim de notícias neste país (que faz com que não haja necessidade de verificar - qualquer coisa serve) ou o poder do dinheiro faz com que qualquer coisa possa ser publicada hoje em dia?
52নাকি টাকা দিলেই খবর ছাপানো যায়।
53খুব বেশী হলে এই স্থাপনাতে ৩/৪ কোটি টাকার মত খরচ হয়েছে।Na pior das hipóteses, apenas 3/4 de crores teriam sido gastos.
54ব্লগার রায়হান প্রথম সারীর বাংলা দৈনিক প্রথম আলোর নিউজ ডেস্কে ফোন করেছেন, যারা ‘তাজ' এর ব্যাপারে প্রতিবেদন ছেপেছিল বিত্ত-বৈভবের বিবিধ ব্যাখ্যাসহ, আর জিজ্ঞাসা করেছেন যে তাদের প্রতিবেদক নিজে কি ওই স্থানে গিয়ে দেখে এসেছেন আর যদি না গিয়ে থাকেন, তারা কি করে নিজেরা যাচাই না করে একটা জিনিষ ছাপাতে পারলেন।O blogueiro Raihan [bn] telefonou para a sala de imprensa de um dos principais jornais diários bengalês, o Prothom Alo [bn], que havia também publicado o artigo sobre o “Taj” completo com detalhes da suntuosidade, e perguntou se o repóter deles havia estado no local, pessoalmente, antes de publicar o artigo e, em caso negativo, como poderiam ter publicado um artigo sem primeiro se certificar dos fatos com seus próprios olhos.
55তিনি জানান যে এর উত্তরে নিউজডেস্ক জানিয়েছে যে তারা কেবলমাত্র এএফপি এর সংবাদের উপরেই রিপোর্ট করেছেন।Ele diz que, como resposta, a sala de imprensa informou que haviam, simplesmente, divulgado o artigo da AFP.
56যখন তিনি ওই ব্যক্তিকে বাস্তবতা সম্পর্কে জানান তখন তিনি জানান যে অবশ্যই তারা একজন সাংবাদিককে ওখানে পাঠাবেন আর এই ব্যাপারে আর একটি প্রতিবেদন দেবেন।Depois de alertar a pessoa do outro lado da linha sobre os fatos, foi informado que mandariam, sem dúvida, um repórter visitar o local e escrever um outros artigo sobre o mesmo.
57বাংলাদেশী ব্লগাররা ওই স্থানে সরেজমিনে গিয়ে তাদের অভিজ্ঞতা পোস্ট, ছবি আর ভিডিও এর মাধ্যমে জানানোর পরেই কেবলমাত্র আমরা ‘নকল তাজ' এর আসল গল্প জানতে পারছি।Com os blogueiros bangaleses enviando sua experiência, em primeira-mão, de visita ao local por meio de postagens, fotos e vídeos, só agora estamos tendo uma noção real da história do “falso Taj”.
58আসল তাজ মহলের ছবি উইকিপিডিয়ার সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত।A imagem do Taj Mahal original, na Índia, é da Wikipedia, usada sob Licença de Bens Criativos [Creative Commons Licence, em Inglês].
59অন্যান্য ছবি তুলেছেন বিবর্তনবাদী, অনুমতিক্রমে ব্যবহৃত।As outras imagens são de Bibortonbadi [bn] e foram usadas sob permissão.