# | ben | por |
---|
1 | গ্লোবাল ভয়েসেস এবং ব্লগ অ্যাকশন ডে ২০০৯ | Global Voices e o Blog Action Day 2009 |
2 | সারা বিশ্বের ব্লগাররা ১৫ই অক্টোবর এক সাথে জড়ো হবে জলবায়ু পরিবর্তন বিষয়ে ব্লগে লেখার জন্য, যা হবে সামাজিক পরিবর্তনের জন্য ওয়েবের সবচেয়ে বড় এক অনুষ্ঠান: যার নাম ব্লগ অ্যাকশন ডে। | |
3 | প্রতি বছর এই দিনটি পালন করা হয়, বিশ্বের সকল ব্লগারকে এই দিনে একত্রিত হয় একটিমাত্র বিষয়ে লেখা পোস্ট করার জন্য। | Em 15 de outubro, blogueiros de todas as partes do mundo se unirão para blogar sobre as mudanças climáticas em um dos maiores eventos de mudanças sociais na web: o Blog Action Day. |
4 | বিশ্ব জুড়ে প্রদর্শন করা এই অনুষ্ঠানের উদ্দেশ্য, বিশ্ব বর্তমানে যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা তৈরি করা ও বিশ্ব জুড়ে চলমান এক আলোচনা কে উৎসাহ প্রদান করা। | |
5 | ব্লগ অ্যাকশন ডের নিজস্ব ব্লগে ২০০৯ সালের ব্লগ অ্যাকশন ডের বিষয় কি হবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রবিন বেক: ২০০৯ সালের ব্লগ অ্যাকশন ডের বিষয়টি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। | Este evento, que acontece anualmente, visa unir os blogueiros do planeta para postar sobre a mesma questão em um mesmo dia. O objetivo dessa manifestação global é sensibilizar as pessoas e encorajar uma conversa global sobre assuntos importantes que envolvem o planeta. |
6 | ব্লগ অ্যাকশন ডের এবারের বিষয়: জলবায়ু পরিবর্তন। | No blog oficial do evento [en], Robin Beck anunciou o tópico do Blog Action Day 2009: |
7 | হাজার হাজার লোক এ বিষয়ে ভোট দিয়েছে এবং বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় এক সাথে আমরা তাজা শ্বাস বয়ে নিয়ে আসব, যেমনটা আমাদের নেতারা এ বছরের ডিসেম্বরে কোপেনহেগেনে এই সমস্যার এক দীর্ঘ স্থায়ী সমাধানের জন্য আলোচনায় বসবেন। | Milhares de pessoas votaram e juntos traremos um novo fôlego à conversa global das mudanças climáticas enquanto nossos líderes se preparam para se encontrar em Copenhague em Dezembro em um esforço para chegar a um acordo com soluções duradouras para essa crise. |
8 | ব্লগ অ্যাকশন ডের স্থপতি কলিস এবং সায়ান টা'য়েড। ২০০৭ সালে তারা এনভাটোতে তাদের দলের সহায়তায় এটি স্থাপন করেন। | O Blog Action Day foi fundado por Collis e Cyan Ta'eed em 2007, com o apoio de seu time na Envato. |
9 | প্রথম বছর তারা প্রায় ২০,০০০ ব্লগারকে, বছরের একটি বিশেষ দিনে পরিবেশ বিষয়ক একটা লেখা উৎসর্গ করতে উৎসাহিত করে। | Naquela ocasião, os fundadores encorajaram mais de 20 mil blogueiros a devotar um dia para blogar sobre os problemas do meio ambiente. |
10 | পরের বছর, ২০০৮ সালে তারা “দারিদ্রতা” নামক বিষয় নির্বাচন করে, এই বিষয় নিয়ে ব্লগ লেখার জন্য। | No ano seguinte, em 2008, eles evidenciaram as questões relativas à pobreza e os blogueiros compartilharam suas perspectivas pessoais e idéias para solucionar tais questões. |
11 | ব্লগাররা তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরে এবং এই সমস্যা সমাধানে তাদের চিন্তাভাবনা কি তা উপস্থাপন করে। ব্লগে এ বছরের লেখার বিষয় হল জলবায়ু পরিবর্তন। | Este ano o tópico são as mudanças climáticas, uma boa oportunidade para fundamentar discussões e campanhas online que estão sendo organizadas antecipadamente para a Conferência Climática das Nações Unidas, a COP15 [en], na Dinamarca, em dezembro deste ano. |
12 | এই বিষয় নিয়ে আলোচনা ও অনলাইনে প্রচারণার জন্য এটি এক দারুণ সুযোগ। | |
13 | এর মাধ্যমে ২০০৯ এর ডিসেম্বরে ডেনমার্কে অনুষ্ঠিতব্য কপ১৫ জাতিসংঘ সম্মেলন-এর আগে এই বিষয়টিকে সংগঠিত করা যাবে। | Qualquer pessoa pode participar do Blog Action Day em 15 de outubro, sejam blogs, jornais online ou grandes revistas da web. |
14 | অক্টোবর ১৫ -র ব্লগ অ্যাকশন ডেতে যে কেউ অংশগ্রহণ করতে পারে, ব্লগ, অনলাইন সাময়িকী ও পত্রিকায় অংশগ্রহণ করতে পারে। | Não há limites para o número de posts nem ao seu conteúdo, contanto que o tema seja as mudanças climáticas. |
15 | যে কেউ যত ইচ্ছা লেখা পোস্ট করতে পারবে, তবে তাকে অবশ্যই জলবায়ু পরিবর্তন নিয়ে লিখতে হবে। | Dentre os parceiros do Blog Action Day estão organizações como a Oxfam, Avaaz, TckTckTck, Greenpeace e Amnesty International. |
16 | ব্লগ এ্যাকশন ডের সমর্থকদের মধ্যে অক্সফাম, আভাজ, ট্যাক ট্যাক ট্যাক, গ্রীনপিস ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠান রয়েছে। | Como parceiro oficial, o Global Voices apoiará o Blog Action Day ao encorajar os blogueiros ao longo do planeta a se registraram pela causa online e se unirem ao movimento. |
17 | এই কর্মসূচির অংশীদার হিসেবে গ্লোবাল ভয়েসেস ব্লগ অ্যাকশন ডে কে সমর্থন করার জন্য নিবন্ধন করতে সারা বিশ্বের ব্লগারদের উৎসাহিত করে, এই অনুষ্ঠানের জন্য এবং এই কর্মসূচিতে যোগদান করতে তারা সবাইকে উৎসাহিত করে। | |
18 | ১৫ই অক্টোবর এবং তার পরে গ্লোবাল ভয়েসেসের ব্লগাররা এর সাথে যুক্ত হবে। | |
19 | সে সময় সারা বিশ্বের ব্লগাররা জলবায়ু পরিবর্তন এবং তারা যে পরিবেশে বাস করে সে সম্বন্ধে যে কথা বলবে, গ্লোবাল ভয়েসেস সেই লেখাগুলো লিঙ্ক বা যুক্ত করবে এবং অনুবাদ করবে। | No dia 15 de outubro e adiante, os autores do Global Voices esperam criar links e traduzir o que outros blogueiros do planeta estão dizendo sobre as mudanças climáticas e o meio ambiente em que vivem. |