Sentence alignment for gv-ben-20110930-20393.xml (html) - gv-por-20110706-22138.xml (html)

#benpor
1জাম্বিয়া: ধর্ম প্রচারের জন্য যাজকরা ফেসবুক ব্যবহার করছেনZâmbia: Pastores Usam o Facebook para Evangelizar
2“অতএব যাও, সব দেশে অনুসারী তৈরি কর…” বাইবেলের ম্যাট ২৮:১৯ আদেশ দিয়েছে সকলকে তার [জিশুর] কথা প্রচার করতে।“Portanto ide, fazei discípulos de todas as nações…”, Mateus 28:19 ordena a todos aqueles chamados para espalhar a palavra de Jesus.
3জাম্বিয়ার ধর্মযাজকরা, যে দেশকে মৃত প্রেসিডেন্ট ফ্রেডারিক চিলুবা ২০ বছর আগে খ্রীস্টান রাষ্ট্র হিসাবে ঘোষনা করেছিলেন, সকল সুযোগ আর ফোরাম ব্যবহার করছেন কথাটা প্রচার করতে।Os pregadores da Zâmbia, um país declarado nação cristã há 20 anos pelo ex-Presidente Frederick Chiluba, recentemente falecido, estão usando todas as oportunidades e, sem dúvida, todos os fóruns para espalhar a palavra.
4এখন পর্যন্ত ঈশ্বরের কথা জানাবার সব থেকে অদ্ভুত জায়গা ছিল বাস টার্মিনাল যেখানে যাজকরা অপেক্ষা করেন দূরপাল্লার যাত্রীদের দ্বারা বাস ভরার জন্য আর তারপরে উঠে বসে বানী দেয়া শুরু করেন, আর প্রায়শ: দানও গ্রহন করেন কয়েক কিলোমিটার পরে নেমে যাওয়ার আগে। প্রথমদিকে বাসে ধর্ম যাজকদের বাণীর ব্যাপারটিকে লোকে স্বাগত জানাত কারন অনেক সড়ক দূর্ঘটনা হতো যেখানে মানুষ মারা যেত বা বিকলাঙ্গ হত।Até agora, o uso mais inovador de um local inusitado para a pregação da palavra de Deus se deu em um terminal de ônibus, onde os pregadores aguardam a lotação completa dos veículos que viajarão longas distâncias e então embarcam, evangelizam, e até mesmo coletam oferendas por alguns quilômetros antes de desembarcarem.
5যাওয়ার আগে প্রার্থনা টনিক হিসাবে দেখা হত কিন্তু এখন এটা একটা (বিরক্তিকর) প্রথায় পরিণত হয়েছে যা প্রত্যেক দূরপাল্লার বাসে দেখা যাচ্ছে।Os pregadores eram bem-vindos a bordo antigamente, porque ocorriam muitos acidentes nas estradas envolvendo ônibus de passageiros, nos quais muitas pessoas perdiam suas vidas ou saíam mutiladas.
6তবে বলাবাহুল্য ধর্মানুসারী দের প্রথামাফিক একত্র হওয়ার জন্যে মাথার ছাদ লাগে এবং বিভিন্ন চার্চ শহর আর নগরে বিশাল সব বাড়ি নির্মান করছে।Uma prece antes de partir era vista como um estímulo e, agora, é um ritual abençoar quase todas as viagens de longa duração.
7তবে অনেক চার্চ নিজস্ব বাড়ি তৈরি করতে সমর্থ হয়না, তারা স্কুলের ক্লাসরুম আর কমিউনিটি হল ব্যবহার করেন যার জন্য সামান্য অর্থ দিতে হয়।Naturalmente, a congregação típica ainda se reúne no velho arranjo de tijolo e cimento.
8সামাজিক নেটওয়ার্ক সাইট ফেসবুকের আসার সাথে সাথে, কিছু উৎসুক আর উদ্দীপ্ত ধর্মযাজক ‘হারানো আত্মাদের (বিধর্মীদের)‘ কাছে পৌঁছানোর জন্য এই ওয়েবসাইট ব্যবহার করছেন।As igrejas construíram grandes prédios nas cidades e vilas, e aqueles grupos que não conseguiram pagar pelos seus próprios prédios usam salas de aula e espaços comunitários pelos quais pagam taxas de utilização.
9আমার ফেসবুক বন্ধুর মধ্যে দুইজন হচ্ছে ধর্ম যাজক যারা সামাজিক মিডিয়ার সাইটকে ব্যবহার করেন ধর্ম প্রচারের জন্য।Com a chegada da rede social Facebook, alguns pastores inovadores e palestrantes motivacionais começaram a usar o site de relacionamento para alcançar as “almas perdidas”.
10ফেসবুকের ব্যবহারের ব্যাপারে তাদের মতামত জানার জন্য আমি তাদের সাথে যোগাযোগ করি।Dois de meus contatos no Facebook são pastores que usam redes sociais para evangelizar.
11বিশপ স্টিফান সাফোয়ালি বলেছেন তিনি ফেসবুকে এসেছিলেন শুধুমাত্র একজন অনলাইন সদস্যের সাথে ধর্মপ্রচার বিষয়ক আলোচনার জন্য।Eu entrei em contato com eles para entender suas visões sobre o uso do Facebook.
12তিনি পেন্টি কোস্টাল আর চার্চের বিশ্ব কাউন্সিলের সাথে গত ১০ বছর ধরে যুক্ত ছিলেন যেখান থেকে বৃহৎ জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুবিধা জানতে পেরেছেন।O Bispo Stephen Safwali [en] disse que entrou no Facebook para participar de uma consulta online exclusiva para membros, envolvendo Pentecostais e o Conselho Mundial das Igrejas, grupo do qual ele tem participado nos últimos dez anos.
13যদিও তিনি টুইটারে আছেন, কিন্তু সেটা খুব বেশী ব্যবহার করেন না।Ele notou os benefícios de alcançar uma audiência maior.
14বিশপ সাফোয়ালি স্বীকার করেছেন যে তিনি অনেক সাড়া পান ফেসবুকে তার পোস্টগুলোতে।Embora faça parte do Twitter, ele não usa tanto esta plataforma. O Bispo Safwali admitiu que recebeu muitas respostas por suas postagens.
15স্ত্রীর সাথে বিশপ স্টিভ সাফওয়ালি, ছবি তার ফেসবুক পাতা থেকেO Bispo Steve Safwali com sua esposa. Fonte: Página no Facebook do Bispo Safwa.
16প্রশাসনিক খরচ যেমন ইন্টারনেট সার্ভিস চালানোর জন্য আর্থিক সাহায্যের ব্যাপারে বিশপ সাফোয়ালি না বলেছেন কিন্তু মনে করেন যে ‘অবশ্যই সামাজিক মিডিয়া বিশ্ব ধর্ম প্রচারের জন্য অর্থ তুলতে সাহায্য করতে পারে'।Questionado sobre o recebimento de recursos financeiros, necessários para o pagamento de custos administrativos como o serviços de internet, o Bispo Safwali respondeu ser contrário, mas refletiu que “com certeza a mídia social pode ajudar a levantar fundos para o evangelismo global”.
17বিশপ সাফোয়ালি তার স্নাতকপূর্ব পড়াশোনা পেন্সিলভেনিয়ার ভ্যালী ফোর্জ খ্রিশ্চিয়ান কলেজ থেকে করেছেন আর স্নাতক পড়াশোনা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফুলার থিওলজিকাল সেমিনারি থেকে।O Bispo Safwali fez sua graduação no Valley Forge Christian College, na Pensilvânia, e a pós-graduação no Fuller Theological Seminary, na Califórnia, EUA. Abaixo aparece uma postagem [en] típica no mural do Bispo Safwali:
18নীচে বিশপ সেফোয়ালির ফেসবুক দেয়ালের একটি উল্লেখযোগ্য পোস্ট দেয়া হল:A Igreja é um daqueles lugares nos quais as boas notícias jamais deveriam acabar!
19চার্চ এমন একটা স্থান যেটা কখনো ভালো খবরের ঘাটতি হওয়া উচিত না!Cheio de promessas e da realização destas promessas!
20এটা প্রতিজ্ঞা আর এই ধরনের প্রতিজ্ঞার পূরন হওয়াতে পূর্ণ! এটা সব সময় আশা, আশ্বস্ত করা, উত্তর, উৎসাহ দান, সারিয়ে তোলা, মুক্তি দান, সরবরাহ ইত্যাদিতে পূর্ণ।É eternamente cheia de esperanças, garantias, respostas, incentivos, curas, entregas, providência etc. Vá à igreja e viva o cuidado e o amor de Deus hoje!
21আজকেই চার্চে গিয়ে ঈশ্বরের ভালোবাসার অনুভূতি পান! বিশপ সাফোয়ালি (লেখার সময়ে তার ২৩১০ জন অনুসারী ছিল) ফেসবুকের মাধ্যমে বিশ্বাসীদের রাতে একটা সভার জন্য আহ্বান জানান:O Bispo Safwali, que, no momento em que este texto foi escrito, tinha 2.310 seguidores, convoca aqueles que têm fé a participarem de uma vigília noturna por meio do Facebook [en]:
22ঠিক আছে এন্টিওক বাইবেল চার্চ, আবার সময় হয়েছে!Ok Igreja da Bíblia de Antioch, é chegada a hora novamente!
23সারা রাতের ধর্মীয় ক্রুসেড চালু হয়েছে: শুক্রবার মে ২০, ২০১১ তারিখে!A Cruzada Evangelista Noturna ocorrerá na Sexta, 20 de maio de 2011!
24আসুন তা করি- শক্তি বা ক্ষমতা দিয়ে না, বরং ঈশ্বরের শক্তি দিয়ে!Vamos nessa - não pela força ou pelo poder, mas pelo Espírito de Deus!
25দেখা হবে!Vejo vocês lá!
26নীচে একজন অনুসারী পল থেম্বোর উত্তর:Segue abaixo uma resposta [en] de um de seus seguidores, Paul Tembo:
27বিশপ, জেডএনবিসি ( জাম্বিয়া ন্যাশনাল ব্রোডকাস্টিং কপোরেশন) এর সাথে আপনার সাক্ষাৎকার শক্তিশালী ছিল।Bispo, aquela entrevista com a znbc (Corporação Nacional de Televisão da Zâmbia) foi poderosa.
28খুবই গভীর চিন্তাশীল একটি বিষয়।Um pensamento para reflexão.
29ইশ্বর আপনাকে আর্শীবাদ করুন।Abençoado seja.
30ফেসবুকের বহুল ব্যবহার করে ধর্মীয় প্রচারণা করেন এমন আর একজন হলেন ড: এলিজা মিতি, যিনি দক্ষিণ আফ্রিকাতে থাকা একজন জাম্বিয়ান।Um outro usuário intensivo do Facebook para evangelização e motivação é Dr Elijah Miti [en], um zambiano que vive na África do Sul.
31তিনি মূলত: একজন লেখক এবং ফেসবুকে তার ২২৩৫ জন অনুসারী আছে।Também um escritor, ele tem 2.235 seguidores.
32মিতির দেয়ার গতানুগতিক উদ্দীপক পোস্ট এমন হয়ে থাকে:Uma postagem [en] motivacional típica de Miti é assim:
33আজকে, উৎসাহ দানের কথা বলেন।Hoje, escolha falar de encorajamento.
34বিজয় আর বিশ্বাসের কথা বলেন।Escolha falar da vitória e da fé.
35মানুষকে যেন এটা না বলে যে তারা কি ভুল করছে, তাদের সকল ভুল না ধরিয়ে দিয়ে, দেখুন তারা কি ঠিক করছেন।Ao invés de apontar às pessoas o que elas estão fazendo de errado, ao invés de ressaltar suas falhas, descubra o que elas estão fazendo direito.
36ভালোর উপরে জোর দিন।Mantenha o foco no que é bom.
37ড: এলিজা মিতি, ছবি তার ফেসবুক পাতা থেকেDr. Elijah Miti. Fonte: Página no Facebook do Dr. Miti.
38তার বাইবেল সংক্রান্ত পোস্ট এমন হয়ে থাকে:Uma postagem bíblica [en] é assim:
39যিনি ঈশ্বরের নাম ধরে ডাকবেন, তিনি বেঁচে যাবেন।Porque todo aquele que invocar o nome do Senhor será salvo.
40যার উপরে তারা বিশ্বাস করেনি তাকে তারা কিভাবে ডাকবে?Como, pois, invocarão aquele em quem não creram?
41আর কি করে তার উপরে বিশ্বাস করবেন যার ব্যাপারে তারা শোনেননি?E como crerão naquele de quem não ouviram?
42আর প্রচারক ছাড়া তার সম্পর্কে কি করে শুনবে লোকে?E como ouvirão, se não há quem pregue?
43আর কি করে তারা প্রচার করবেন যদি তাদেরকে না পাঠানো হয়?E como pregarão, se não forem enviados?
44যেমন লেখা আছে সেই ভাবেও, কি সুন্দর তাদের পা যারা ভালো জিনিষ বয়ে নিয়ে আসেন!Como está escrito: quão formosos os pés dos que anunciam o evangelho de paz; dos que trazem alegres notícias de boas coisas!
45রোমানস ১০:১৩-১৫।Romanos 10:13-15
46আমি ড: মিতিকে কয়েকটা প্রশ্ন পাঠিয়েছিলাম তার সামাজিক নেটওয়ার্কের সাইট ব্যবহারের ব্যাপারে:Eu enviei ao Dr. Miti algumas questões sobre o seu uso de redes sociais:
47গেরশোম: সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক ব্যবহার করে ধর্মীয় বার্তা দেয়ার জন্য কে আপনাকে উৎসাহিত করেছে?Gershom: O que o motivou a começar a usar redes sociais, como o Facebook, para enviar mensagens de evangelização e motivação?
48ড: মিতি: আমি বিশ্বাস করি বিশ্বের কাছে আমাকে পৌঁছাতে হবে জিশুর বানী নিয়ে আর এই নতুন প্রযুক্তি আমাকে সাহায্য করে অনেক মানুষের সাথে মিলিত হতে আর বিশ্বব্যাপী অনেক মানুষকে সাহায্য করতে।Dr. Miti: Eu acredito em alcançar o mundo com a Palavra de Jesus Cristo e essas novas tecnologias me ajudam a conhecer muita gente e também ajudam muitas pessoas em todo o mundo.
49আমার এখন ছেলে মেয়ে আছে যারা ফেসবুকে জিশুকে স্বীকার করেছে আমার উৎসাহ দানের ফলে আর অনেকেই আছে যারা প্রার্থনা বা পরামর্শের জন্য যোগাযোগ করে আর ইশ্বর তাদের প্রার্থনার জবাব দিয়েছেন।Eu agora tenho filhos e filhas que aceitaram a Jesus no FB [Facebook] inspirados por mim e também há muitos que pedem preces e conselhos. Deus respondeu a essas preces.
50আমাদের মধ্যরাতের প্রার্থনার পরে দীর্ঘদিন বেকার থাকার পরে মানুষকে চাকুরি পেতে আমরা দেখেছি।Nós temos testemunhos de pessoas que, após muitos anos desempregados, conseguiram empregos depois de nossas preces da meia-noite.
51গেরশোম: আপনি কি অন্যান্য সামজিক নেটওয়ার্কের সাইট যেমন টুইটার ব্যবহার করেন?G: Você usa outras mídias sociais, como o Twitter?
52ড: মিতি: আমি মাইস্পেস, লিঙ্কডইন আর ব্লগ ব্যবহার করি।Dr. M: Eu uso MySpace, LinkedIn e blogs.
53গেরশোম: পাঠকের কোন সাড়া কি আপনি পান?G: Você recebe respostas para as suas mensagens?
54ড: মিতি: প্রতিদিন, অনেক।Dr. M: Muitas, todos os dias.
55গেরশোম: কখনো কি ঋণাত্মক সাড়া পান?G: Você alguma vez recebeu respostas negativas?
56ড: মিতি: হ্যাঁ , বিশেষ করে যারা এখন জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি।Dr. M: Sim, especialmente daqueles que estão enfrentando dificuldades na vida.
57গেরশোম: আপনার ধর্মীয় সমাবেশের উপস্থিতির হার কি ভালো হয়েছে ফেসবুক ব্যবহারের মাধ্যমে?G:[O uso de redes sociais] aumentou o comparecimento de fiéis à sua congregação?
58ড: মিতি: হ্যাঁ এবং আর্ন্তজাতিক ভ্রমণ ও আমন্ত্রণের দ্বারও উন্মুক্ত হয়েছে।Dr. M: Sim, e também abriu as portas para viagens internacionais e convites.
59গেরশোম: এটা চিন্তা করে যে ইন্টারনেট এবং অন্যান্য জিনিসের জন্য আপনার অর্থের প্রযোজন, আপনি কি আর্থিক সাহায্য পান সামাজিক নেটওয়ার্ক সাইট ব্যবহারের মাধ্যমে?G: Considerando que você precisa de recursos para administrar certos serviços, como o pagamento da internet, você recebe algum benefício financeiro por usar redes sociais?
60ড: মিতি: আমি কখনো কোন দান পাইনি কিন্তু এটা সাহায্য করে আমার বই বিক্রিতে আর স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে বক্তৃতা প্রচারের সুযোগ পেতে।Dr. M: Eu nunca recebi nenhuma doação mas ajuda a vender meus livros e conseguir pedidos de palestras tanto locais quanto internacionais.
61গেরশোম: আপনি কি অন্যন্য চার্চকে উৎসাহিত করবেন (ফেসবুক ব্যবহারে)?G: Você encorajaria outras igrejas [a seguirem esse caminho virtual]?
62ড: মিতি: হ্যাঁ প্রত্যেক চার্চের উচিত তার সদস্যদের জন্য একটা দল তৈরি করতে যেখানে প্রার্থনার আবেদন আর ইশ্বর কি করছেন তার কথা পোস্ট করা যাবে।Dr. M: Sim, toda igreja precisa criar um grupo para seus membros para postar pedidos de preces e testemunhos do que Deus anda fazendo.
63ফেসবুক ব্যবহার করে তার বই বিক্রির ক্ষেত্রে নীচের বাণী একেবারে ঠিক:Um exemplo típico de como usa o Facebook [en] para vender seus livros é a a mensagem a seguir: Obrigado pelo interesse nos livros.
64বই এর ব্যাপারে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ, দয়া করে বই এর মোড়কে ক্লিক করুন। সেখান থেকে আপনার বই অর্ডার করুন এবং ইবুকটি অতিসত্বর ডাউনলোড করে নিন।Pf, clique na capa do livro abaixo de EVENTOS para pedir a sua cópia e baixar livros eletrônicos imediatamente em www.elijahmitimotivation.webstarts.com [en]