# | ben | por |
---|
1 | ইরান: এনিমেশন বনাম স্বৈরতন্ত্র | Irã: Ditadura x Animação |
2 | ইরানের ২০০৯ সালের জুন মাসের ১২ তারিখে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নিবার্চনের ফলাফলের প্রতিবাদে সৃষ্টি হওয়া গ্রীন বা সবুজ প্রতিবাদ আন্দোলনের সমর্থনে সারা বিশ্বে ইরান ও ইরানের বাইরের নাগরিকরা অনেক ডিজাইন, পোস্টার, গান এবং ভিডিও চলচ্চিত্র তৈরি করেছে। | Muitos desenhos, pôsters, canções e vídeos foram criados por iranianos e não em apoio ao movimento protesto “verde” do Irã, contra o resultado das eleições presidenciais de 12 de junho. |
3 | এখন কার্টুন চলচ্চিত্র বা এনিমেশন নির্মাতারা ইরানের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। | Os animadores também declararam guerra à ditadura no Irã. |
4 | গান্ধীর অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে কার্টুন চলচ্চিত্র গ্রীন পিপল বা সবুজ জনতা | ‘Green People' ou povo verde é uma animação inspirada em Gandhi |
5 | ২০০৯ সালের নির্বাচনী বিতর্কে মাহমুদ আহমাদিনেজাদ | Mahmoud Ahmadinejad durante o debate eleitoral de 2009 |
6 | বাহাই মানবাধিকার | Direitos Humanos da comunidade Baha'i |
7 | আরেকটি কার্টুন চলচ্চিত্র আমাদের স্মরণ করিয়ে দেয় নির্বাচনের আগে থেকেই ইরানের ইসলামী প্রজাতন্ত্রের শাসকেরা বছরের পর বছর ধরে জনতাকে চাপের মধ্যে রেখেছে। | Outra animação nos lembra que o Regime Islâmico têm reprimido o povo há muitos anos, antes das eleições. |
8 | মিডইস্টইয়থ. কম এক কার্টুন চলচ্চিত্র প্রদর্শন করেছে ইরানের বাহাই ধর্মাবলম্বী সম্বন্ধে, যারা এই দেশে যন্ত্রণার মধ্যে রয়েছে। | MideastYouth.com apresenta apresenta uma animação sobre os perseguidores da fé Baha'i no Irã. |
9 | তাদের ‘৩০ বছরের ঘটনার” কথা জানাচ্ছে এই এনিমেশন। | Uma história de 30 anos. |