Sentence alignment for gv-ben-20120429-25729.xml (html) - gv-por-20120426-30185.xml (html)

#benpor
1ইকুয়েডর: উদ্বাস্তু নারী ও বালিকা যৌন কাজে ধাবিতEquador: Mulheres e Meninas Refugiadas Recorrem ao Trabalho Sexual
2ভিজে আন্দোলনের ভিডিও তথ্যচিত্র ইকুয়েডরে উদ্বাস্তুরা যৌন কাজে ধাবিত সহিংসতার কারণে সীমান্তজুড়ে ইকুয়েডরে অভিবাসিত হতে বাধ্য হওয়া কলম্বিয়ার নারীদের পরিস্থিতি পরীক্ষা করে করে দেখছে।O documentário em vídeo do site VJ Movement Refugiadas recorrem ao trabalho sexual no Equador analisa a situação de muitas mulheres colombianas, que tiveram que migrar através da fronteira com o Equador devido à violência.
3অনেক ক্ষেত্রে বৈধ কাজ না পেয়ে জীবিকার জন্যেই নারী এবং তাদের কন্যারা একঅসময় নিজেদের যৌন কাজে যুক্ত হিসেবে আবিষ্কার করে।Em muitos casos, sem terem possibilidade de obter um emprego legal, as mulheres e suas filhas estão apelando para o trabalho sexual no intuito de ganhar a vida.
4এমি ব্রাউন এলাকাটির নারী এবং সংস্থাগুলো সাক্ষাৎকার নিয়ে পরিস্থিতিটির উপর একটি প্রতিবেদন তৈরী করেন।Amy Brown informa mais sobre a situação, entrevistando mulheres e agências na área.
5গেরিলাদের হুমকির কারণে কলম্বিয়া থেকে পালিয়ে আসতে বাধ্য হওয়া নারীরা যে গল্পটি বলেছে তা হলো শুধু সন্তানাদি এবং সামান্য কিছু জিনিসপত্র সঙ্গে নিয়ে তাদের বহুবার ব্যবসা এবং গৃহস্থালী ছাড়তে হয়েছে।As histórias são contadas por mulheres que tiveram de sair da Colômbia após ameaças da guerrilha, muitas vezes deixando para trás negócios e famílias, fugindo com apenas seus filhos e alguns pertences.
6ভিসা না পাওয়া পর্যন্ত উদ্বাস্তুরা আইনতঃ কাজ করতে পারে না এবং এই প্রক্রিয়া সম্পন্ন হতে ১৮ মাস পর্যন্ত লাগতে পারে, এসময়টিতে - ভিডিওটির মতে - “নারী এবং বালিকারা বিশেষভাবে ঝুঁকির মধ্যে থেকে যায়”।As refugiadas não podem trabalhar legalmente até que recebam um visto, e o processo pode levar até 18 meses, deixando, como relata o vídeo, “mulheres e meninas particularmente vulneráveis”. Mulher trabalhando em um bar no Equador.
7অনেক ক্ষেত্রে খাদ্য কেনার জন্যে তাদের এটা-ওটা কাজের অনুরোধ যেমন ধোওয়া অথবা রান্না করা শেষ পর্যন্ত “পরিচারিকা” হওয়ার প্রস্তাবে পর্যবসিত হয়, শব্দটি বিভিন্ন বার এবং পতিতালয়ের জন্যে কর্মরত পতিতাদের ক্ষেত্রে স্থানীয় শ্রুতিমধুর নাম হিসেবে ব্যবহৃত হয়।Imagem captada do documentário. Em muitos casos, seus pedidos para realizar trabalhos no intuito de ganhar algum dinheiro para comprar comida, como lavagem de roupas ou para cozinhar, acabam em propostas para se tornarem “garçonetes”, o eufemismo local para as prostitutas que trabalham em diferentes bares ou prostíbulos.
8একজনকে বলা হলো সে চাইলে তার সুন্দরী কন্যাটিকে একটা পতিতালয়ে কাজ করার জন্যে দিতে পারে… বালিকাটির বয়স মাত্র ১৩ বছর।Uma delas foi informada que poderia mandar a jovem filha para trabalhar em um bordel… a menina tinha apenas 13 anos.
9তবে নারীদের ক্ষেত্রে ৩ থেকে ৬মাস কোন কাজ, সঞ্চয় এবং সুযোগ না থাকার ফলে শেষ পর্যন্ত শুধু যৌন কাজের দিকে ধাবিত হওয়ার পথটিই অবশিষ্ট থাকে।Mas, para muitas mulheres, depois de três a seis meses sem trabalho, sem dinheiro e sem oportunidades, apelar para o trabalho sexual é a única opção disponível.
10তাদের অনেক খদ্দের: ঘটনাটিকে পর্যবেক্ষণ করা একজন সাক্ষাৎকার প্রদানকারীর মতে তেল কোম্পানীগুলোর আগমন প্রথম খদ্দের নিয়ে আসে যদিও তারাই এখনও এই ক্রমবর্ধমান শিল্পের প্রধান ভোক্তা: প্রদেশটিতে শুঁড়িখানা ও পতিতালয়ের সংখ্যা বাস্কেটবল ও ফুটবল মাঠের চেয়ে বেশি।E há bastantes clientes: de acordo com um entrevistado que está estudando o fenômeno, a chegada das empresas de óleo trouxe os primeiros clientes, e eles ainda são a principal clientela desta indústria crescente: na província há mais bares e bordéis do que quadras de basquete e campos de futebol.
11অল্পবয়েসী ছেলেমেয়েদের জন্যে কাজকর্ম এবং সুযোগের অভাব মেয়েশিশুদের ঝুঁকিপুর্ণ করে তোলে: কোন কাজকর্ম না থাকা ১১ থেকে ১২ বছর বয়েসীদেরই বেআইনি কর্মকাণ্ডে, মেয়েদের ক্ষেত্রে যৌন কাজ এবং যৌন পাচারে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।A falta de atividades e oportunidades coloca as jovens em risco: sem nada para fazer, adolescentes de 11 e 12 anos de idade estão susceptíveis a cair em atividades ilegais, no caso das moças, o trabalho sexual e o tráfico de sexo.