Sentence alignment for gv-ben-20140101-40961.xml (html) - gv-por-20131227-49453.xml (html)

#benpor
1সিরিয় শিল্পীদের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছাO feliz Natal dos artistas sírios
2যেহেতু সিরিয়াতে জাতীর গৃহযুদ্ধ চতুর্থ বছরে পদার্পণ করেছে, তাই সিরিয়ার খিস্টান সম্প্রদায় নীরবে তাদের ধর্মীয় উৎসব বড়দিন পালন করেছে।
3এই যুদ্ধে ১ লক্ষেরও বেশী লোক নিহত হয়েছে।[Todos os links conduzem a sites em inglês, exceto quando indicado o contrário.]
4নিজেদের ঘরবাড়ি থেকে উৎখাত হওয়া লাখ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় খুঁজছে। আশ্রয়হীনতার সাথে সাথে পুরোদস্তুর শীত এসে পরেছে এবং তারা ফিরে যাওয়ার জন্য মিনতি করছে।Os cristãos da Síria celebram discretamente o Natal, enquanto a guerra civil nacional entra em seu quarto ano, marcando a morte de mais de 100 mil pessoas e o deslocamento de milhões para países vizinhos, onde buscam asilo.
5এ অবস্থা আল জাজিরার রিপোর্টে ব্যাখ্যা করা হয়েছে।
6এ বছরে সিরিয়াতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, মৃত্যু এবং প্রচুর পরিমাণে অপহরণের চাক্ষুষ প্রমাণ পাওয়া যাচ্ছে।Junto com o asilo, veio um inverno severo e preces para a volta para casa, como esta reportagem da emissora Al Jazeera explica.
7এতে করে দেশটির বেশীরভাগ নাগরিকই আশাহত হয়ে পড়েছে। নাগরিকদের এই নৈরাশ্য বিভিন্ন শিল্পীদের শিল্প কাজে ফুটে উঠতে শুরু করেছে।Este ano, a Síria testemunhou uma imensa destruição, mortes e um número tremendo de sequestros que deixaram a maioria de seus cidadãos sem esperança.
8মাঝে মাঝে তারা কয়েক লক্ষ শব্দের জায়গায় কেবল মাত্র একটি শিল্পকর্মের দ্বারা একটি জাতির নিদারুণ বেদনা ফুটিয়ে তোলেন। সিরিয়ার শিল্পকর্মে সান্টা ক্লজের চিত্রাঙ্কনEsta falta de esperança [pt] pode ser vista nos trabalhos de artistas que, muitas vezes, expressam em uma única obra de arte a angústia da nação de uma maneira melhor que um milhão de palavras.
9সিরিয়াতে অপহরণের মাত্রা তুলে ধরতে জাওয়াদ একজন অপহৃত সান্টা ক্লজের একটি ছবি এঁকেছেন।Representações do Papai Noel em obras de arte sírias
10পুরনো ছেঁড়া কাপড় পরা অবস্থায় বন্দুকের সামনে হাঁটু মুড়ে বসে থাকা অবস্থায় একজন সান্টা ক্লজের ছবিঃSimulando os sequestros na Síria, Jawad pintou um Papai Noel sequestrado, com roupas esfarradas e ajoelhado sob a mira de uma arma:
11[ছবি সূত্রঃ জাওয়াদের ফেসবুক পাতা][Fonte: Arte na página do facebook de Jawad]
12[ছবি সূত্রঃ আনাস সালামের ফেসবুক পাতা][Fonte: Página do facebook de Anas Salameh]
13কমিকস৪ كوميك لأجل سوريا এর আঁকা। [ছবি সূত্রঃ কমিক্স৪ সিরিয়া كوميك لأجل سوريا এর ফেসবুক পাতা]Feito por Comic4 Syria كوميك لأجل سوريا [Fonte: Página do facebook da Comic4 Syria كوميك لأجل سوريا]
14উসায়েম আল জাহারির আঁকা [উসায়েম আল জাহারির ফেসবুক পাতা]Obra de Wissam Al Jazariry [Fonte: Página do Facebook de Wissam Al Jazariry]
15একটি ক্ষুদ্র ব্যাঙ্গ নাটিকাতে জিঙ্গল বিলের ক্রিসমাস গানের মাধ্যমে সিরিয়ার স্বাধীনতা চাওয়া হয়েছে এবং বাশার আল-আসাদের উচ্ছেদ কামনা করা হয়েছে।
16মোগলি মোগলি নামে পরিচিত, এই নাটিকাটি যিনি তৈরি করেছেন, তিনি নিপীড়িত হয়ে মারা গেছেনঃUma sátira faz alusão à canção dos sinos natalinos além de clamar por liberdade e pela expulsão de Bashar Al-Assad.
17আনোয়ার আল ঈসা রক্তে ভেজা রূপক অর্থে একটি অলঙ্করণ এঁকেছেন।O autor da sátira, conhecido como Mogwli Mowgli, morreu sob tortura:
18দেখা যাচ্ছে, একটি হিমাগারে অলঙ্করণটি ঝুলছে। সিরিয়ার নাগরিকরা এই ক্রিসমাসে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এই শিল্পকর্মটিতে যেন সেই ভয়াবহ হিমায়িত অবস্থা চিত্রিত করা হয়েছেঃAnwar Al Eissa pintou um ornamento metafórico encharcado de sangue pendurado em um freezer, remontando às terríveis e geladas condições que muitos sírios estão a vivenciar neste Natal:
19[ছবি সূত্রঃ আনোয়ারআর্টস ফেসবুক পাতা][Fonte: Página do facebook de Anwart]
20বাশারের পক্ষ থেকে বড় দিনের শুভেচ্ছা !Feliz natal e os melhores votos de Bashar!
21এই বিবেচনা করে হানি আব্বাস একটি শরনার্থী তাঁবুর বাইরে রাখা একটি ক্রিসমাস গাছের ছবি এঁকেছেনঃ#Síria Enquanto isso, Hani Abbas cria uma árvore de natal a partir de uma tenda de refugiados:
22[ছবি সূত্রঃ হানি আব্বাস কার্টুন][Fonte: Cartoon de Hani abbas]
23[ ছবি সূত্রঃ মোহাম্মদ আলউইসের ফেসবুক প্রোফাইল][Fonte: Página do Facebook de Mohamad Alweis]
24ভিমিওতে ইয়াদ আলজারদ থেকে أجراس২০১৩ - বেলস ২০১৩।Bells 2013 - أجراس 2013, por eyad aljarod no Vimeo.