Sentence alignment for gv-ben-20120429-25846.xml (html) - gv-por-20120428-30299.xml (html)

#benpor
1কেনিয়া: আফ্রিকার চার তরুণ হলিউডের গতানুগতিক কাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেQuênia: Quatro Jovens Africanos Contrários aos Estereótipos de Hollywood
2আফ্রিকা ওয়াচিং হচ্ছে মামাহোপের তৈরি একটি ইউটিউব ভিডিও, যেখানে নয় বছরের এক বালক কমান্ডো নামক ছবির গল্পটি আবার বলছে। মামাহোপের এই ছবিটি দেখার পর কেনিয়ার চার তরুণ মামাহোপকে বলছে যে তারা এই প্রতিষ্ঠানের মত করে হলিউডের গল্পগুলো নিজেদের মত করে সাজিয়ে পুনরায় বলতে চায়।Depois de assistir a um vídeo no YouTube de autoria de MamaHope que traz um menino de 9 anos recontando o filme Commando [en], 4 jovens rapazes do Quênia procuraram MamaHope com a intenção de produzir sua própria revisita às histórias [en] contatas nos filmes de Hollywood: no caso, os estereótipos que surgem na maneira como os filmes retratam homens africanos.
3এই ক্ষেত্রে, কি ভাবে চলচ্চিত্রগুলো আফ্রিকার নাগরিকদের গতানুগতিক ভাবে চিত্রিত করে, তারা সেই বিষয়টি তুলে ধরছে।African Men. Hollywood Stereotypes [Homens Africanos.
4আফ্রিকার মানুষ: হলিউডের গতানুগতিক ভাবনা- এর লেখক চিকিৎসা বিজ্ঞানের ছাত্র গ্যাব্রিয়েল, বেনার্ড ও ডেরিক; মানব সম্পদ ব্যবস্থাপনার ছাত্র ব্রায়ান এবং মামাহোপEstereótipos de Hollywood, em inglês] foi escrito pelos estudantes de medicina Gabriel, Benard e Derrick, o estudante de gestão de recursos humanos Brian e MamaHope.
5এই সব তরুণরা বলছে “ চলচ্চিতে যা দেখানো হয়, নাগরিকরা যদি কেবল তাতে বিশ্বাস করে, তাহলে সকলে মনে করবে, আমরা সকলে যুদ্ধবাজ যারা হানাহানি পছন্দ করি।Eles disseram, “Se as pessoas acreditassem somente naquilo que vêem nos filmes, haveriam de pensar que somos todos senhores da guerra que adoram violência.”
6মামাহোপের মতো, এই চার তরুণ, হলিউডের ছবিতে অতিরিক্ত উত্তেজনা, আফ্রিকার পুরুষদের একপেশেভাবে অঙ্কন এবং সাদা মানুষদের ত্রাতা হিসেবে আবির্ভাবের যে বার্তা প্রদান করা হয়, তাতে তারা ক্লান্ত, প্রচার মাধ্যমে আমাদের এভাবে পরিমাপ করা হয়।Eles, assim como MamaHope, estão cansados das descrições super-sensacionalistas, uni-dimensionais sobre os homens africanos e da noção do homem branco salvador que permeia as mensagens nos canais de comunicação.
7এর বদলে আফ্রিকার মানুষের নিজেদের গল্প নিজেরাই বলতে চায়। যার ফলে আমরা তাদেরকে মাইক প্রদান করেছি এবং তারা এই ভিডিওটি তৈরী করেছে।A intenção dos rapazes era contar suas próprias histórias, e sendo assim, lhes entregamos o microphone e eles fizeram este vídeo.