Sentence alignment for gv-ben-20111215-21727.xml (html) - gv-por-20111215-25495.xml (html)

#benpor
1সিরিয়াঃ রাজান ঘাজ্জাউয়ির বিরুদ্ধে অভিযোগ গঠন, ব্লগাররা তার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেSíria: Razan Ghazzawi Indiciada, Blogueiros Continuam a Campanha
2এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশEste post faz parte de nossa cobertura especial Protestos 2011 na Síria. [en]
3লেবাননের দৈনিক পত্রিকা ডেইলি স্টারের এক প্রবন্ধ অনুসারে, গ্রেফতারের আট দিন পরে রাজান ঘাজ্জাউয়ির নামে অভিযোগ গঠন করা হয়েছে। উক্ত প্রবন্ধে সংবাদ প্রদান করা হয়:Oito dias depois de ter sido detida, Razan Ghazzawi foi indiciada, de acordo com um artigo do jornal libanês Daily Star, que relata:
4ঘাজ্জাউয়ির আইনজীবীর প্রদান করা সংবাদ অনুসারে, রাজানের বিরুদ্ধে “ এমন এক সংগঠন তৈরির অভিযোগ আনা হয়েছে, যা কিনা রাষ্ট্রের সামাজিক এবং অর্থনৈতিক পরিচয় পাল্টে দেবার চেষ্টার উদ্দেশ্য গঠন করা হয়েছিল। একই সাথে তাঁর বিরুদ্ধে “ জাতীয় আবেগকে দুর্বল করে দেওয়া, আর জাতিগত দাঙ্গা উসকে দেবার” এবং “ জাতীয় আবেগকে দুর্বল” করার অভিযোগ আনা হয়েছে।De acordo com seus advogados, Razan foi indiciada por “fundar uma organização que tem como objetivo transformar a entidade social e econômica do Estado” e por “enfraquecer o sentimento nacional e tentar inflamar a luta sectária” e “enfraquecer o sentimento nacional” - todas acusações que podem levar à penalidade de três a 15 anos de prisão.
5এই সব অভিযোগ প্রমাণিত হলে, তার তিন থেকে পনের বছর পর্যন্ত জেল হতে পারে।No Twitter, seguidores reagiram fortemente às acusações.
6টুইটারে, তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগের প্রতি তাঁর সমর্থকরা প্রবল প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।
7সিরিয়ান ব্লগার @ আনাস কাতায়েস লিখেছেন:O blogueiro sírio @anasqtiesh escreveu:
8বিশ্ব জুড়ে রাজান ঘাজ্জাউয়িকে মুক্ত কর নামক প্রচারণার লোগো।A marca da campanha global Libertem Razan/Free Razan
9@আনাসকাতায়েস:রাজান ঘাজ্জাইয়ির বিরুদ্ধে হাস্যকর সব অভিযোগ দায়ের করা হয়েছে।@anasqtiesh: As acusações contra Razan Ghazzawi são uma farsa.
10সিরিয়ার শাসকদের অন্য সব কাজের মত।Exatamente como todo o resto do regime sírio.
11#ফ্রিরাজান #সিরিয়া#FreeRazan #Syria
12@“আনাসকাতায়েস : “জাতীয় আবেগকে দুর্বল করা এবং সম্প্রদায়গত সংঘর্ষকে উসকে দেবার চেষ্টা- অবশ্যই এই সমস্ত অভিযোগ আসাদের বিরুদ্ধে করা উচিত।@anasqtiesh “enfraquecer o sentimento nacional e tentar estimular a luta sectária” Deveriam ser acusações contra Assad.
13#সিরিয়া #ফ্রিরাজান#Syria#FreeRazan
14আল জাজিরার সাংবাদিক দিমা খাতিবও একই ভাবে শঙ্কিত:A jornalista da Al Jazeera, Dima Khatib, ficou igualmente consternado:
15“অপরাধী” হিসেবে @রেডরাজানের বিরুদ্ধে অভিযোগ গঠনের সংবাদে আমি খুব বেদনার্ত, রাজান কোন অপরাধী নয়।Estou muito triste de ler notícias sobre @RedRazan ser acusada de “crimes”… Razan não é uma criminosa.
16রাজান এক স্বাধীনতার যোদ্ধা #ফ্রিরাজানRazan é uma defensora da liberdade #FreeRazan
17এই সব অভিযোগের ঘটনায় কার্ল শারর ক্ষুব্ধ, তবে বিশেষ করে একটি অভিযোগের প্রতি তিনি তার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি লিখেছেন:Karl Sharro ficou irritado com as acusações, mas principalmente com uma em particular, e escreveu:
18কিন্তু “ সম্প্রদায় গত দাঙ্গা উসকে দেবার চেষ্টা” নামক অভিযোগ যে কোনটির চেয়ে হীন এক অভিযোগ।Mas a acusação de “tentar inflamar a luta sectária” é mais ofensiva do que qualquer outra.
19সম্প্রদায়গত সম্প্রতি বজায় রাখার জন্য রাজান সব সময় সচেষ্ট ছিল।Razan é muito dedicada ao anti-sectarismo.
20#ফ্রিরাজান#freeRazan
21ভেনিজুয়েলার বাসিন্দা, গ্লোবাল ভয়েসেস-এর লেখিকা লরা ভিদাল লিখেছেন:A autora do Global Voices, Laura Vidal, da Venezuela, escreveu:
22যখন সরকার কোন ব্লগারকে চুপ করিয়ে দেয়, তখন তার অধিকারের দাবী যৌক্তিক বলে প্রমাণিত হয়। # ফ্রিরাজানQuando um governo silencia um(a) blogueiro(a), acaba por provar que ele/ela tinha razão #FreeRazan
23রাজানের প্রতি সমর্থনের জন্য প্রচারণা চলছে।Campanhas de solidariedade em apoio a Razan continuam.
24প্যালেস্টাইনের ব্লগার আবির কপ্তি টুইট করেছে :O blogueiro palestino Abir Kopty tuitou:
25প্যালেস্টাইনী ব্লগাররা “রাজান (#ফ্রীরাজান) এবং সকল সিরিয় রাজনৈতিক বন্দীদের মুক্ত কর নামক” এক বিবৃতি আহ্বান করে, তার জন্য কাজ করেছে।Blogueiros palestinos estão elaborando uma declaração que pede #Freerazan (a liberdade para Razan) e para todos os prisioneiros políticos sírios. #Syria
26এই প্রচারণার সম্বনয় সাধনের জন্য ফেসবুকের একটি পাতা ব্যবহার করা হয়েছে, এদিকে টুইটারে এই বিষয়ে তাজা সংবাদ প্রদান করার জন্য #ফ্রিরাজান নামক হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।Uma página no Facebook está sendo usada para coordenar os esforços de campanha, enquanto a hashtag #freerazan é usada por seguidores no Twitter para compartilhar as atualizações. Este post faz parte de nossa cobertura especial Protestos 2011 na Síria [en].