# | ben | por |
---|
1 | রাশিয়া: অর্থের বিনিময়ে ব্লগ লেখকদের নেটওয়ার্ক উন্মোচিত | Rússia: Exposta Rede de Blogueiros Pagos |
2 | সম্প্রতি রাশিয়ান ব্লগার আর রাজনৈতিক কর্মী রোমান দোব্রখতোভ (যার সাক্ষাৎকার গত বছর গ্লোবাল ভয়েসেস প্রকাশ করেছিল) একটা তদন্ত চালিয়েছেন যে রাশিয়ার ব্লগ জগৎে কিভাবে অর্থ দিয়ে রাখা ব্লগারদের একটি নেটওয়ার্ক কাজ করে। | Recentemente, Roman Dobrokhotov, um blogueiro e ativista político russo (que foi entrevistado pelo GV [En] no ano passado), realizou uma investigação [Ru] sobre como redes de blogueiros pagos funcionam na blogosfera russa. |
3 | তিনি লিখেছেন যে এমন চাকুরি ভুক্ত ব্লগার নেটওয়ার্কের প্রতিনিধিরা তার সাথে তিনবার দেখা করেছেন, আর তাকে প্রতি লেখার জন্য ২৩ থেকে ৫০ মার্কিন ডলার পর্যন্ত দিতে চেয়েছে। | Ele escreveu que vários representantes da rede de blogueiros pagos tinham entrado em contato com ele três vezes, oferecendo de US$ 23 a US$ 50 por post. |
4 | অর্থের বিনিময়ে যারা লেখেন এমন প্রত্যেক ব্লগারের ক্ষেত্রে আশা করা হয় যে লেখার সময় তারা বিশেষ একটা দৃষ্টিভঙ্গী অনুসরণ করবেন। | Todo blogueiro que concorda em fornecer conteúdo por uma taxa supostamente de escolher um único ângulo ao escrever sobre um determinado tópico. |
5 | শেষ যে প্রস্তাব দোব্রখতভ পেয়েছেন তা ছিল অনেকটা প্রথার বাইরে: রাশিয়ার পুলিশ নিয়ে ভালো কথা লেখা: | A última oferta que Dobrokhotov foi bastante incomum: para escrever comentários positivos sobre a polícia russa: |
6 | গারিন -স্টুডিও কোম্পানির একজন ম্যানেজার আমাকে একটা পোস্ট লেখার প্রস্তাব দিয়েছিলেন যেখানে পুলিশ সম্পর্কে ভালো কিছু মন্তব্য করা হবে। | Um gerente da empresa Garin-studio me ofereceu para postar uma série de posts com algum conteúdo positivo sobre a polícia. |
7 | প্রথম পোস্টের জন্য -২০০০ রুবল (৬৩ মার্কিন ডলার) অন্য গুলোর জন্য - প্রত্যেকটি ১০০০ রুবল (৩১ মার্কিন ডলার)। | Para o primeiro post - 2.000 rublos (63 dólares), todos os outros - 1.000 rublos (31 dólares) cada. |
8 | আমি বিস্তারিত তথ্য বের করতে সমর্থ হয়েছি। | Eu consegui desenterrar informações mais detalhadas. |
9 | বের হয়েছে যে কোম্পানিটির গ্রাহক স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মস্কো পুলিশ ডিপার্টমেন্ট না। আরো মজার যে ব্যাপার তা হল, আদেশ এসেছে অভ্যন্তরীণ নিরাপত্তা ডিপার্টমেন্ট থেকে [যারা পুলিশকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে] (আহা, এরা তাহলে এই কাজ করে!)। | Descobriu-se que o cliente da empresa é o Ministério Federal do Interior, e não o Departamento de Polícia de Moscou, o que é ainda mais interessante, a ordem foi do Departamento de Segurança Interna [que supostamente serve para controlar e monitorar a própria polícia] (aha, então é isso que eles fazem!). |
10 | এই প্রকল্পে ৫০ জনের মত ব্লগার জড়িত আছেন, যদিও তাদের কারো কারো জন্য, বিশেষ করে জনপ্রিয়দের সাথে (উদাহরণস্বরূপ রাদুলোভা) গ্রাহক সরাসরি যোগাযোগ করে। | Há 50 blogueiros envolvidos neste projecto, embora com alguns deles, com os mais populares (por exemplo, com Radulova), o cliente está em contato direto. |
11 | গারিন-স্টুডিও, আমি যতদূর বুঝেছি, একমাত্র কন্ট্রাক্টর না যাকে [স্বরাষ্ট্র মন্ত্রণালয়] ব্যবহার করে। | Garin-studio, até onde entendi, não é o único contratante usado pelo [Ministério do Interior]. |
12 | অন্যান্য ব্লগাররা কাছাকাছি সময়ে প্রকাশিত এই ধরনের বেশ কটি পোস্ট দেখেছেন যাতে পুলিশ সম্পর্কে ভালো মন্তব্য আছে - বিশেষ করে নাতালিয়া রাদুলোভার ব্লগ আর একটা জনপ্রিয় ব্লগ ম্যাক্সিম অ্যালেক্সান্দ্রভের ব্লগে। | Outros blogueiros descobriram [Ru], alguns posts quase simultâneos com observações positivas sobre a polícia no blog de Natalia Radulova [Ru] e em outro blog popular de Maxim Aleksandrov [Ru]. |
13 | দোব্রখতাভ অন্তত ৩৮ জন ব্লগার পেয়েছেন যাদের গারিন-স্টুডিওর সাথে কথিত সম্পর্ক আছে আর তারা ‘পুলিশ প্রচারণার' সাথে জড়িত। এদের মধ্যে উচ্চস্তরের কিছু ব্লগারও আছে। | Dobrokhotov contou pelo menos 38 blogueiros que alegadamente têm contratos com Garin-studio e estão envolvidos na “campanha da polícia”, e alguns blogueiros “top” entre eles. |
14 | তিনি বিশ্লেষণ করেছেন যে কতজন জনপ্রিয় ব্লগার একই সময়ে একই জিনিষ নিয়ে লিখেছেন: এক সপ্তাহে প্রায় ৭৫ জন ব্লগার মোবাইলের কাজ নিয়ে একই ধরনের পোস্ট দিয়েছেন (যার মধ্যে প্রথমসারির ২৫ জন ব্লগার যেমন ইবিগদান, কাতোগা, আল্লান৯৯৯, বাইদিরাই আর সিরিদেনকভ আছেন), ১৭ জনের মতো ব্লগার ওজন কমার ঔষধ নিয়ে লিখেছেন। | Ele analisou como muitos blogueiros populares escreveram sobre as mesmas coisas ao mesmo tempo: cerca de 75 blogueiros postaram mensagens semelhantes sobre aplicações móveis em uma mesma semana (incluindo os top-25 blogueiros, como ibigdan, katoga, allan999, bydyry e sviridenkov); Cerca de 17 bloggers colocaram sobre medicamentos para perda de peso. De modo geral, blogueiros pagos são um fenômeno global. |
15 | সাধারণভাবে বললে, অর্থ দিয়ে রাখা ব্লগার সারা বিশ্বে দেখা যায়। যুক্তরাষ্ট্রে ২০০৯ সালে প্রায় শতকরা ৮. | Nos Estados Unidos, em 2009, cerca de 8,5 por cento de todos os blogueiros foram pagos por aquilo que escreveram [En]. |
16 | ৫ জন ব্লগার তাদের লেখার জন্যে টাকা পেয়েছেন। যখন ব্লগিং আর সাংবাদিকতার মধ্যকার সীমা আবছা হয়ে যায়, তখন আগেরটা শখ না থেকে কাজে পরিণত হয়। | à medida em que a linha entre blogagem e jornalismo torna-se turva, o primeiro deixa de ser apenas um hobby e se transforma em uma profissão. |
17 | ডেভিড আরমানো মূলধারার মিডিয়া আর সামাজিক মিডিয়াতে অর্থের বিনিময়ে লেখার ধরন সম্পর্কে জানিয়েছেন: | David Armano explica o processo de colocação de conteúdos pagos no mainstream e na mídia social [En]: |
18 | মিডিয়া কেনার এই ব্যবসা বিস্তারিত ডিজিটাল জগৎে অনেক দিন ধরে চলছে বিপণন হিসাবে আর অন্যভাবে। যদিও এটাকে আলাদাভাবে মাপা যায়, মূল ব্যাপারটি একই। | O negócio da compra de mídia tem estado tão presente quanto o marketing e no espaço digital, embora possa ser medido de forma diferente, os princípios são semelhantes. |
19 | আপনি ঠিক করবেন যে আপনার টাকার সীমিত মূল্যের মাধ্যমে কোথায় সব থেকে বেশী প্রচার করতে পারবেন আর সেই অনুযায়ী ডিজিটাল পরিবেশে আপনার বক্তব্যের স্থাপনা ক্রয় করবেন যা ঠিক মনে হবে। | Você determina onde você poderá obterá o maio “bang” para seus investimentos e compra as colocações de mídia em ambientes digitais que são consideradas adequadas. |
20 | অনেক ক্ষেত্রে, নানা এজেন্সিকে ব্যবহার করা হয় এসব চুক্তি সম্পাদনের জন্য। | Em muitos casos, as agências são usadas para intermediar os negócios. |
21 | এই মডেলে হালের চল হল বিশেষায়িত ফার্মের সাথে পার্টনার হওয়া যারা নতুন মিডিয়া যেমন কমিউনিটি, নেটওয়ার্ক, ফোরাম আর ব্লগ নিয়ে কাজ করে। | A última moda deste modelo é a parceria com empresas especializadas, que lidam com mídia de nicho, como comunidades, redes, fóruns e blogs. |
22 | এইসব ফার্ম টাকার বিনিময়ে আপনার প্রচারের ব্যবস্থা নেবে যাতে আপনার লেখা সামাজিক মিডিয়ার বিভিন্ন এলাকায় ছড়ায়। | Essas empresas irão receber o pagamento e fazer arranjos para suas comunicações existirem nestas áreas alternativas. |
23 | একজন বিজ্ঞাপনদাতা হিসাবে যদিও যোগাযোগের মাধ্যমের উপরে আপনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ না থাকতে পারে (উদাহরণস্বরূপ, এই মডেলের ব্লগাররা এখন বলতে পারেন তারা যা চান) কিন্তু ‘প্রচারের স্থান' এর মূল্য দেয়া থাকে বা কেনা থাকে। | Embora como um anunciante você possa não ter controle sobre as comunicações (por exemplo, os blogueiros neste modelo ainda dizem o que quiserem), mas a “colocação” continua a ser pagas ou compradas. |
24 | রাশিয়াতেও, অর্থের বিনিময়ে ব্লগ লেখকদের অনেক বড় নেটওয়ার্ক আছে যাদেরকে সম্প্রতি সময় ছাড়া উদঘাটন করা হয়নি। | Na Rússia, também, há vastas redes de blogueiros pagos que, até recentemente, não haviam sido expostos. |
25 | এদেশে ব্লগ মার্কেট আছে (যেমন ব্লগুন. রু - blogun.ru), যেখানে মিডিয়া পরিকল্পনাকারীরা একটা পোস্ট বা লিঙ্ক অর্ডার করতে পারেন কোন নির্দিষ্ট বিষয় বা বস্তু নিয়ে। | Há “mercados” de blogs (como o blogun.ru), onde os planejadores de mídia podem encomendar um post ou um link sobre um determinado assunto ou produto. |
26 | সাধারণত কাজ এইভাবে হয়: মাঝেমাঝে ব্লগাররা নির্দিষ্ট বিষয়বস্তু তৈরি করেন আর তার জন্য অর্থ পান (যেমন কোন একটা নির্দিষ্ট বস্তু নিয়ে টিউটোরিয়াল), আর মাঝে মাঝে তারা অর্থ পান নির্দিষ্ট জিনিষের প্রচারের জন্য (যেমন লুকানো কোন বিজ্ঞাপনের জন্য)। | Normalmente funciona assim: às vezes os blogueiros produzem e são pagos ploo conteúdo (por exemplo, tutoriais, materiais temáticos sobre um determinado assunto), e às vezes eles são pagos para promover produtos selecionados (ou seja, para a publicidade sutil). |
27 | ‘অর্থের বিনিময়ে মিডিয়ার' হাল্কা একটা সংস্করণ হল ‘ক্ষতিপূরণ মিডিয়া': একজন ব্লগার কোন গ্যাজেট নিয়ে লেখেন যেটা তিনি উপহার হিসাবে পেয়েছেন বা একটা অনুষ্ঠান নিয়ে যেখানে তাকে আমন্ত্রণ জানান হয়েছে। অনেকে কয়েকজন জনপ্রিয় ব্লগারকে সংবাদপত্রের লেখা বা টিভির বিজ্ঞাপনের থেকে বেশী বিশ্বাস করবেন- যেভাবে নিজের চেনা কাউকে বিশ্বাস করবেন যেমন একজন বন্ধুকে। | Uma versão mais leve da mídia “paga” é “mídia compensada”: um blogueiro escreve sobre algum gadget que ele/ela recebeu como um presente ou um evento que ele/ela foi convidado para. Muitas pessoas confiariam em certos blogueiros mais do que eles confiam em artigos de jornais ou anúncios de televisão - da maneira como eles confiariam em alguém que conhecem em pessoa, um amigo. |
28 | এই কারনে যারা কোন বস্তু বা ঘটনার প্রচার চান তাদের জন্য ব্লগ একটা আকর্ষণীয় মাধ্যম। | Isto é parte do que faz dos blogs um local atraente para aqueles que estão dispostos a promover um produto ou um evento. |
29 | হাতে টাকা, ডন হ্যাংকিন্স এর ছবির কোলাজ | Money at Hand, photocollage by Don Hankins |
30 | অর্থের বিনিময়ে ব্লগের ধারণা হল যে এটি যোগাযোগের ব্যক্তিগত চ্যানেল ব্যবহার করে আর কিছু ধারণা জিনিষকে তুলে ধরতে বেশী কার্যকরী। | A idéia de um blog pago é que ele usa este canal privado de comunicação e se torna mais eficiente na promoção de certas coisas ou idéias. |
31 | অবশ্যই সবসময়ে এর নৈতিক একটা বিপদ থাকে: একটা ব্লগের সাধারণ কার্যকারিতা হয় যদি ব্যক্তিগত তথ্য দেয়া আর ‘আসল যোগাযোগের' তবে যদি সেটি যদি লুকানো বিজ্ঞাপন দেয়া তবে সেটি ব্লগার আর তার পাঠকদের মধ্যে না বলা চুক্তিটি তখন ‘ভঙ্গ' করে, যা পারষ্পরিক সম্মান আর আন্তরিকতার উপরে নির্ভরশীল। | Naturalmente, há sempre um dilema moral: se um blog é deve supostostamente fornecer informações pessoais e destina-se a oferecer “a verdadeira comunicação”, propaganda escondida “viola” o contrato tácito entre o blogueiro e seus leitores, que se baseia no mútuo respeito e sinceridade. |
32 | রাশিয়ার ব্লগ জগতের অদ্ভুত কিছু ব্যাপার আছে। | Existem certas peculiaridades sobre a blogosfera russa. |
33 | প্রথমত, যেহেতু জনপ্রিয় বেশীরভাগ রাশিয়ান ব্লগ লাইভজার্নাল প্লাটফর্মে হোস্ট করা, লুকানো বিজ্ঞাপন আসলে সেখানে বেআইনি। | Primeiro de tudo, já que a maioria dos mais populares blogs russos são hospedados no LiveJournal, a publicidade oculta é realmente ilegal. |
34 | লাইফ জার্নাল (এলজে) এর ব্যবহারের নীতিমালায় পরিষ্কারভাবে অচেনা আর অনুমোদনবিহীন বিজ্ঞাপন দিতে মানা করা আছে (ব্যবহারকারীর আচরণের ধারা ৭ বলে: “আপনি রাজি হচ্ছেন এই সেবা নিম্নলিখিত কাজে না ব্যবহার করার জন্যে:…কোন অনিয়ন্ত্রিত বা অননুমোদিত বিজ্ঞাপন প্রকাশ করতে, আপলোড বা অন্যভাবে প্রচারের ব্যবস্থা করতে, প্রচারণাপত্র ছড়াতে, ‘জাঙ্ক মেইল','স্পাম', ‘চেইন চিঠি', ‘পিরামিড স্কিম' বা অন্য কোন ধরনের প্রচারণা চালাতে‘)। | Os Termos de Serviço do LJ claramente restringem publicidade não solicitada ou não autorizada (artigo 7 da Conduta de Membros diz: “Você concorda em NÃO utilizar o serviço para: …Fazer upload, postar ou transmitir qualquer propaganda não solicitada ou não autorizada, materiais promocionais,” junk mail” , “spam”, “cartas em cadeia”, “esquemas de pirâmide”, ou qualquer outra forma de solicitação. ”). |
35 | এই নিয়ম অনেকটাই উপেক্ষা করা হয়। | Essa regra é amplamente ignorada. |
36 | মাত্র একজন জনপ্রিয় ব্লগার, এলজে ব্যবহারকারী তেমা, চেষ্টা করেছিলেন অনুমোদিত লাইভজার্নাল বিজ্ঞাপন তুলে ধরতে, কিন্তু তার প্রচেষ্টা জনপ্রিয় ব্লগারদের সমর্থন পায়নি। | Somente um blogueiro popular, o usuário do LJ tema, tentou promover [Ru] anúncios autorizados de LiveJournal, mas suas iniciativas nunca realmente encontraram apoio entre outros blogueiros populares. |
37 | আরো গুরুত্বপূর্ণ হলো- আর উপরে বর্ণিত দোব্রখতোভের উদাহরণ তা তুলে ধরে- অর্থের বিনিময়ে ব্লগারদের নেটওয়ার্ক মাঝেমাঝে কিছু রাজনৈতিক ধারণা তুলে ধরে বা সরকারী রাজনৈতিক এজেন্ডা তুলে ধরে। | O que é ainda mais importante - e o caso de Dobrokhotov, acima descrito, ilustra vividamente - é que as redes de blogueiros pagos, por vezes, se voltam para defender certos pontos de vista políticos ou para a promoção da agenda oficial de políticos. |
38 | ব্লগারের তদন্ত রুনেটের এই ‘ধূসর এলাকায়' আরো বেশী স্বচ্ছতা আনে। | A investigação dos blogueiros traz mais transparência a essa “zona cinzenta” da RuNet. |
39 | যেসব অর্থের বিনিময়ে ব্লগারদের উন্মোচন করা হয়েছে তারা কম ক্ষমতাবান, যেহেতু পাঠক বুঝতে পারে যে তারা কিছু বিষয় তুলে ধরে যেহেতু এটার জন্য তারা অর্থ পায়। | Blogueiros pagos expostos são menos influentes, já que os leitores compreendem que eles defendem certos pontos de vista porque são pagos para fazer isso. |
40 | আর একটা জিনিষ হল দোব্রখতোভ রাশিয়াবাসীর মতামতে প্রভাব ফেলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন মিডিয়া ব্যবহারের একটি অভ্যাস তুলে ধরেছেন। এর মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন: একটি সরকারী প্রতিষ্ঠানের জন্য বিতর্কিত মার্কেটিং পদ্ধতি ব্যবহার করা কি ঠিক কাজ? | Outra coisa é que Dobrokhotov descobriu uma das práticas que o Ministério do Interior realiza na rede para influenciar a opinião pública russa, e assim levanta uma questão importante: é apropriado para uma instituição do governo usar métodos de marketing controverso? |