# | ben | por |
---|
1 | সৌদিদের উট চুম্বনের কারণ | Por que os sauditas estão beijando seus camelos? |
2 | সৌদি আরবের জনগণ তাদের প্রিয় পোষা প্রাণী - উটের ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত হবেন না, এমনকি মারাত্মক করোনাভাইরাসও তাঁদের এ থেকে নিবৃত্ত করতে পারবে না। | Mesmo o vírus mortal da Coronavirus não vai fazer com que os sauditas se afastem de seus animais favoritos - os camelos. |
3 | টুইটার এবং ইউটিউবে সৌদিরা অবিরত তাঁদের প্রিয় প্রাণী উটকে চুম্বন করার ছবি ও ভিডিও পোস্ট করে যাচ্ছেন। মধ্য প্রাচ্য শ্বাস-প্রশ্বাস লক্ষণ (এমইআরএস) ঝুঁকি উট থেকে তৈরি হতে পারে বলে প্রচার করা সরকারের এই সতর্কবার্তার বিরুদ্ধে এটি মূলত এক ধরনের অসংগঠিত প্রচারণা। | No Twitter e YouTube, os sauditas continuam a postar fotos e vídeos beijando seus camelos como forma de protesto a advertência do governo de que o risco de Síndrome Respiratória do Oriente Médio (MERS) pode vir de camelos [en]. |
4 | (# كورونا _ و _ الابل) হ্যাশট্যাগের অধীনে টুইটগুলো পোস্ট করা হচ্ছে, যার অর্থ, “পুষ্পমুকুট এবং উট”। | Os casos continuam aumentando no reino. |
5 | হ্যাশট্যাগটি মরুভূমির এই প্রাণীর জন্য সৌদির জনগণের তীব্র আবেগকেই তুলে ধরছে। | Tweets são postados sob a hashtag (#كورونا_و_الابل), que significa “Corona e camelos”, com sauditas expressando sua paixão pelo animal do deserto. |
6 | যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই রোগের সংক্রমণের জন্য সম্ভবত সবচেয়ে উপযোগী পশু উৎস হল উট। এখনও পর্যন্ত এর কোন টীকা বা ভাইরাল বিরোধী চিকিতৎসা আবিষ্কৃত হয়নি। | Embora os especialistas da saúde digam que os camelos são a mais provável fonte de infecção da doença, não há qualquer tratamento ou vacina anti-viral contra ela. |
7 | টুইটার ব্যবহারকারীদের শেয়ার করা কিছু ছবি এখানে রয়েছে, যেখানে ঘোষণা করা হয়েছে, তাদের এবং তাদের উটের মধ্যে কোন রোগই বাঁধা হয়ে দাঁড়াবে না। | Aqui estão algumas fotos compartilhadas por usuários do Twitter, que declaram que nenhuma doença vai ficar entre eles e os seus camelos. |
8 | @ aaaa12200 এই আলোকচিত্রটি শেয়ার করেছেন: | @ aaaa12200 compartilha esta foto: |
9 | সৌদিরা মারাত্মক রোগ করোনাভাইরাসের ব্যাপারে সতর্কবার্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁদের প্রিয় প্রাণী উটকে চুম্বন করছে। | Sauditas beijando seus camelos para desafiar uma advertência que indica a origem de Coronavírus poderia ser de camelôs. |
10 | টুইটারে ছবিটি শেয়ার করেছেন @aaaa12200 | Foto compartilhada no Twitter por @aaaa12200 |
11 | আর ফাহাদ বিন আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন, তিনি তাঁর উটের সঙ্গে দিনের বাকি সময় ব্যয় করবেনঃ | E Fahad bin Abdulla declara que ele vai passar o resto do dia com seu camelo: |
12 | টুইটার ব্যবহারকারী ফাহাদ বিন আবদুল্লাহ তাঁর উটের সাথের এই ছবিটি শেয়ার করেছেন। | O usuário do Twitter Fahad bin Abdulla compartilhou esta foto com seu camilo. |
13 | সূত্রঃ @AlHaqbani | Fonte: @AlHaqbani |
14 | অন্যরা এমনকি উট ও করোনাভাইরাসের মধ্যে এই সম্পর্কের কারণে তাঁদের প্রিয় উটের যত্নের আয়োজনটি দ্বিগুণ করে দিয়েছেন। | |
15 | নিচের ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মালিক তাঁর প্রিয় উট দুটিকে চুম্বন করেছেন। | Ainda, outros foram mais longe para uma dose dupla de cuidado em desafio à relação entre camelos e coronavírus. |
16 | সে সময় তিনি পশুগুলোকে তাঁর মুখে কফ ফেলার জন্য বলছেন। তিনি তা করছেন এটা বোঝানোর জন্য যে তিনি তাদের থেকে আক্রান্ত হওয়ার কোন ভয় পান নাঃ | O vídeo a seguir mostra um proprietário beijando seus dois camelos, enquanto pede que os animais tussam em seu rosto para mostrar que ele não tem medo de ser infectado pelo vírus: |