# | ben | por |
---|
1 | মিশর: আবার অনলাইনে ফিরে আসা | Egito: Internet de volta |
2 | এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ | Este artigo é parte de nossa cobertura especial dos Protestos no Egito em 2011. |
3 | মিশরে ইন্টারনেট ফিরে এসেছে, এবং তার সাথে সাথে একে একে মিশরীয় সহকর্মী, বন্ধু এবং যোগাযোগের মাধ্যম সমূহ আবার অনলাইনে উঁকি মারছে। এই মুহূর্তটি বিশাল এক মুহূর্ত এবং চারদিকে এক আনন্দদায়ক পরিবেশ বিরাজ করছে। | A internet acaba de voltar a funcionar no Egito, e, um por um, os colegas, amigos e contatos começam a aparecer online de novo, embora o Twitter e o Facebook continuem bloqueados em algumas redes. |
4 | তবে এখনো কিছু কিছু বিশেষ নেটওয়ার্কে এখনো টুইটার এবং ফেসবুক চালু হয়নি। | Há uma grande euforia no ar neste momento. |
5 | ইন্টারনেটের ফিরে আসা নিয়ে এখানে টুইটারের কিছু গুঞ্জন তুলে ধরা হল। | Veja aqui parte da agitação no Twitter. |
6 | @জাস্টআমিরা:মিশরীয় টুইটারকারিদের স্বাগতম! | @JustAmira: Ahlan wa sahlan colegas no Egito! |
7 | চ্যাট করা বন্ধ হয়ে গিয়েছিল: যখন মুবারক সবকিছু বন্ধ করে দিয়েছিল তখন কি ঘটেছিল #জান২৫ | Falem: contem-nos o que aconteceu quando Mubarak desligou a luz #Jan25 |
8 | @জাস্টআমিরা: মিশরে আবার ইন্টারনেট চালু হয়েছে! | @JustAmira: Internet de volta no Egito! |
9 | এটা অনেক বিশাল এক ব্যাপার। | GRANDE notícia! |
10 | দারুণ উত্তেজনাকর ব্যাপার। | Instigante! |
11 | সৌদি মাসিহ ৯এ৭ এর সাথে একমত না হয়ে পারে না: | Da Arábia Saudita, @Mashi9a7 concordou em gênero e grau: |
12 | @মাসিহ৯এ৭আরটি@আলাশেহরি: #মিশরে আবার ইন্টারনেটের ফিরে আসাকে স্বাগতম। - مرحباً بعودة مصــــر للأنترنت #মিশর#২৫জান#ইরাক#কায়রো#১এম-আমরা তোমার অভাব অনুভব করেছি। - فتقدناكم كثيراً | @Mashi9a7RT @aaalshehry: Bem-vindo de volta à Internet, #Egito - مرحباً بعودة مصــــر للأنترنت #Egypt #25JAN #JAN25 #Iraq #Cairo #1M - Sentimos sua falta - أفتقدناكم كثيراً |
13 | এবং মিশরীয় নাগরিকরা আবারো তাদের নেট ভিত্তিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। | E os egípcios estão de volta à ação. |
14 | @আহমেদদরওয়েশ: @জাস্টআমিরা, আমরা সারা বিশ্বে সকল তথ্য, ছবি, সংবাদ, ভিডিও পাঠাতে ব্যস্ত ছিলাম। | @AhmedDarweesh: @JustAmira estávamos ocupados transferindo todas as infos, fotos, notícias, vídeos para o mundo :) |
15 | এবং আমাদের আরো তথ্য পাঠাতে বলা হচ্ছে: | E queremos mais: |
16 | @জাস্টআমিরা: @আহমেদদরওয়েশ, দয়া করে আপনি আপনার নিজের কণ্ঠে মিশরীয় নাগরিকদের ক্ষেত্রে কি ঘটেছিল তা বলুন#জান২৫ | @JustAmira: @AhmedDarweesh Contem-nos o que está acontecendo em suas próprias vozes, egípcios #Jan 25 |
17 | ইন্টারনেটের ফিরে আসায় এদিকে অভিনন্দনের জোয়ার বইতে থাকে, তার মাঝে সংবাদ আসে যে এখনো মিশরে ফেসবুক বন্ধ রয়েছে। ২৭ জানুয়ারি থেকে মিশরে ফেসবুক বন্ধ করে রাখা হয়েছে-যেহেতু এর মাধ্যমে মিশরীয় নাগরিকরা হোসনি মুবারকের ৩০ বছরের শাসন অবসানের আহ্বান জানিয়েছিল। | Enquanto isso, os cumprimentos não param de surgir, entre relatos de que o Facebook ainda está bloqueado no Egito, depois que o país desligou a internet em 27 de janeiro - quando o povo uniu-se para protestar pelo fim dos 30 anos de governo de Hosni Mubarak. |
18 | @নাইটএস:@জেইনোবিয়া, স্বাগতম আবার প্রিয়তমা=) তোমরা অসাধারন এক কাজ করেছো! | @nightS: @Zeinobia Bem-vindo de volta, meu caro =) vocês são show de bola! |
19 | জান২৫ | #jan25 |
20 | @জিয়াদএম: ওহহো, ইন্টারনেট আবার ফিরে এসেছে, এখনো @ লিঙ্কডিএস-এ, টুইটার এবং ফেসবুক বন্ধ রয়েছে!! জানি না আসলে কারণটা কি | @ZiadM: whooo hoo, a internet está de volta, Twitter e Facebook ainda bloqueados no @linkDsl !! não entendo qual é o xis da questão |
21 | @এনমোয়াউদ: ইন্টারনেট আবার চালু হয়েছে!!! | @nmoawad: bem-vindo de volta!!! |
22 | আরটি: @জেইনোবিয়া:আমাদের সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। | RT: @Zeinobia: Obrigado a todos pelo apoio, obrigado a todos, sério, meus olhos estão cheios d'água |
23 | সত্যি সত্যি আমার চোখে পানি চলে এসেছে। | @nightS: @ZeinabSamir bem-vindo de volta.. |
24 | @নাইটএস:@জেইনোবিয়াসামির, ইন্টারনেটের আবার চালু হবার ঘটনাটিকে স্বাগত জানাই .. | |
25 | نوّرتي =) #জান২৫ | نوّرتي =) #jan25 |
26 | যখন ব্লগার এবং নেট নাগরিকরা নিজের কণ্ঠে তাদের কাহিনী আমাদের শোনাচ্ছে, তখন নাগরিক প্রচার মাধ্যমের দ্বারা তৈরি মিশরের আজকের সংবাদ প্রবাহ শোনার জন্য আমাদের সাথে থাকুন। | Sintonize em nossa cobertura para ficar por dentro da multitude de informações vindas do Egito hoje, quando blogueiros e jornalistas cidadãos dirão o que se passou com eles, em suas próprias vozes. |
27 | মিশরীয় বন্ধু এবং সহকর্মীদের আবার অনলাইনে ফিরে আসাকে স্বাগতম। | Bem-vindos de volta ao mundo online, amigos e colegas no Egito. |