Sentence alignment for gv-ben-20120214-22650.xml (html) - gv-por-20120226-27659.xml (html)

#benpor
1পানামা: আদিবাসী নেতা সিলভিয়া ক্যারেরা সরকারের বিরুদ্ধে লড়ছেনPanamá: A Líder Indígena que Enfrentou o Governo
2এই পোস্টটি আমাদের আদিবাসী অধিকারের বিশেষ কাভারেজের অংশবিশেষEste post faz parte de nossa cobertura especial Direitos indígenas.
3১৯৮৯ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার পর পানামা বর্তমানে সবচেয়ে বেশি সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। এর উৎস হচ্ছে জিনোবি-বুগল এলাকার আদিবাসীদের ২০১২ সালের ৩১ জানুয়ারি তারিখের সড়ক অবরোধ।Panamá passou por uma de suas maiores crises, desde que a democracia foi restaurada em 1989, quando o povo indígena de Gnobe-Bugle decidiu invadir e controlar a rodovia no dia 31 de janeiro de 2012 [es] em protesto contra a mineração e a instalação de usinas hidrelétricas em seu distrito.
4তারা তাদের এলাকায় কয়লা খনন এবং জলবিদ্যুত কেন্দ্র নির্মাণের প্রতিবাদে এই কর্মসূচী পালন করে।Eles permaneceram lá até o dia 5 de fevereiro, quanto então a polícia nacional os retirou à força.
5গত ৫ ফেব্রুয়ারি পুলিশ জোর করে উচ্ছেদ করার আগ পর্যন্ত তারা সেখানে প্রতিবাদ কর্মসূচী পালন করছিল।A crise foi aliviada temporariamente por causa de um acordo entre o grupo indígena e o governo [es].
6আদিবাসী গোষ্ঠী এবং সরকারের মধ্যেকার চুক্তি হওয়ার প্রেক্ষিতে এই সংকট অনেকটা মিটে গেছে।Mesmo assim, a incerteza sobre o que pode ocorrer caso haja mineração ou construção de hidrelétrica nesses distritos continua sendo uma preocupação para os panamenhos.
7তবে, পানামার জনগণের মন জয় করতে এই জেলায় জলবিদ্যুত বা কয়লা খনি খনন করা হলে এই চুক্তি অনিশ্চিত হয়ে যেতে পারে।O presidente Martinelli (@rmartinelli) [es] ameaçou, via Twitter, que sem energia hidrelétrica as coisas podem vir a ficar ainda mais caras e o país ainda mais empobrecido:
8প্রেসিডেন্ট মার্টিনেলি (@আরমার্টিনেলি) (স্প্যানিশ ভাষায়) তার টু্ইটার অ্যাকাউন্টের মাধ্যমে হুমকি দিয়েছেন, জলবিদ্যুত ছাড়া সবকিছুই আমাদের জন্য ব্যয়বহুল হয়ে পড়বে।
9আমাদের দেশ আরো দরিদ্র হয়ে পড়তে পারে:
10আদিবাসীদের সমস্যা হলো, তারা পানামায় আরো বেশি জলবিদ্যুত কেন্দ্র চায় না।O problema com os índios é que NÃO querem que haja mais hidrelétricas no Panamá.
11এটা সবকিছুকে ব্যয়বহুল করে তুলবে।Isto encarece tudo e nos torna ainda mais pobre.
12এমনকি আমাদের দরিদ্রও করে তুলতে পারে। এই সংকটের মাঝে আদিবাসীদের পক্ষে ঝাণ্ডা হাতে একজন উঠে এসেছেন।No meio de toda esta crise, um nome surge como representante do comportamento padrão da luta indígena.
13তিনি ক্যাসাকিউ [অনুবাদকের নোট: এ্ই তাইনো শব্দের মানে হচ্ছে গোত্রপতি] সিলভিয়া ক্যারেরা যিনি সরকারের বর্তমান কয়লানীতির প্রতিবাদ করে প্রথম মহিলা হিসেবে গ্রোত্রপতি নির্বাচিত হবেন।A cacique [palavra Taíno que significa líder tribal ou chefe] Silvia Carrera que, depois de se tornar a primeira mulher a ser eleita para esta posição, cresceu em importância como oposição aos atuais planos governamentais de mineração.
14নিচের ভিডিওটি করেছেন অরগুন ওয়াগুয়া, ফেব্রুয়ারির ৪ তারিখে এটি ইউটিউবে আপলোড করেছেন লাউরুগুইটেইকোলোকা (স্প্যানিশ ভাষায়)।O vídeo a seguir, de autoria de Orgun Wagua, uploaded para o YouTube por laoruguitaecoloca [es] no dia 4 de fevereiro, mostra a cacique liderando as tentativas de iniciar um diálogo durante o conflito:
15ভিডিওতে দেখা যায়, ক্যাসাকিউ সহিংসতার সময়ে সামনের সারিতে থেকে বক্তব্য দেয়ার চেষ্টা করছেন।O UNICEF do Panamá dedicou uma sessão em sua página [es] quando Carrera estava fazendo campanha para o cargo, o que nos diz algo sobre esta mulher:
16পানামার ইউনিসেফ তাদের ওয়েবসাইটের (স্প্যানিশ ভাষায়) একটি বিভাগ উৎসর্গ করে, যখন ক্যারেরা ওই পদের জন্য প্রচারণা শুরু করেছিলেন।Silvia Carrera Concepción nasceu, foi criada e vive em Alto Laguna, na municipalidade de Cerro Pelado, distrito de Ñurum da região do Ngäbe Buglé.
17আর তখনই আমার তার সম্বন্ধে কিছুটা জানতে পারি:Esta região tem a taxa de mortalidade infantil mais alta (55.
18সিলভিয়া ক্যারেরার জন্ম, বেড়ে ওঠা এবং বসবাস এনগাবি-বুগল প্রদেশের নুরুম জেলার ক্যারো পেলাডোর অন্তর্গত অল্টো লাগুনায়।4%) do país. Aos 12 anos de idade, ela se uniu ao movimento liderado por Camilo Ortega, que estava lutando para que os ngabe e os bugle pudessem ter sua província reconhecida.
19এখানকার শিশু মৃত্যুর হার দেশটির অন্যান্য অঞ্চল থেকে সবচেয়ে বেশি (৫৫.Aos 13 anos, ela deu à luz seu primeiro filho, Bernardo Jiménez Carrera, e aos 18 anos de idade, deu à luz a Sixto Jiménez Carrera.
20৪%)। তিনি ১২ বছর বয়সে ক্যামিলো ওতের্গার নেতৃত্বাধীন আন্দোলনে যোগ দেন।Aos 19 anos, ela deixou seu marido. O objetivo de Silvia Carrera era trabalhar a terra.
21ক্যামিলো ওতের্গা এনগাবি এবং বুগল এলাকার জন্য আন্দোলন করেছেন।Ela cultivava mandioca, inhame, otoe [um tubérculo], arroz, feijões e milhor para alimentar seus filhos.
22১৩ বছর বয়সে তার প্রথম সন্তান জন্ম বারনার্দো জিমিনেজ ক্যারেরার জন্ম হয়।E ela não nunca parou sua luta com o grupo indígena de Ortega, mesmo com seu compromisso de manter seus filhos.
23১৮ বছর বয়সে জন্ম হয় সিক্সটো জিমিনেজ ক্যারেরার। মাত্র ১৯ বছর বয়সে স্বামীকে ছেড়ে চলে আসেন।A prioridade desta mãe era ensinar seus filhos que “é importante lutar por nossos direitos, insistir para que nos respeitem.”
24সিলভিয়া ক্যারেরার লক্ষ্য ছিল জমি নিয়ে কাজ করা।É dito que, durantes as reuniões, seu filho mais velho aprendeu a ser um jovem líder.
25সন্তানদের জন্য খাবার সংস্থানের জন্য তিনি ইউকা, গাছ আলু, ওটি (সব্জি), চাল, মটরশুটি, ভুট্টা চাষ করতেন।Bernardo Jiménez Carrera, 27 anos, é um representante indígenas dos direitos humanos e está no seu segundo ano de estudo para obter o grau em direito e ciência política.
26বাচ্চাকাচ্চা লালনপালনের দায়িত্ব সত্ত্বেও তিনি ওতের্গার আদিবাসী গ্রুপের সাথে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাওয়া বন্ধ করেননি।A cacique abriu, recentemente, uma conta no Twitter e continua, através de redes sociais, a luta que iniciou na rodovia [todas as contas no Twitter são em espanhol].
27এই মা অগ্রাধিকারের ভিত্তিতে তার ছেলেমেয়েদের শিক্ষা দিয়েছেন, “আমাদের অধিকারের জন্য লড়াই করা গুরুত্বপূর্ণ, তারা আমাদের সম্মান করবে, এটার ওপর জোর দিতেন।“
28এটা আমাদের বলে দেয় যে, তার বড় ছেলে এইসব শিখেই যুব নেতা হয়েছে। বারনার্দো জিমিনেজ ক্যারেরার বয়স ২৭।Por meio de sua conta (@CaciqueGeneral) ela tem feito críticas ferozes à liderança atual de Ricardo Martinelli, com mensagens nas quais ela o chama de mentiroso:
29সে এখন আদিবাসী হিউম্যান রাইটস কমিশনার।@rmartinelli é um mentiroso.
30কমিশনার হিসেবে কাজের দ্বিতীয় বছরে তিনি আইন ও রাজনৈতিক বিজ্ঞানের ওপর ডিগ্রি নেন।Nós NÃO queremos a mineração, por favor, olhe para nós de frente e não se esconda das pessoas que votaram em você.
31সম্প্রতি ক্যাসাকিউ একটি টুইটার অ্যাকাউন্ট খুলেছেন।
32সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে তিনি রাস্তায় প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন।A simpatia dos panamenhos parece ter se voltado para a cacique que demonstra ser uma mulher de muita coragem.
33[সব টুইটার অ্যাকাউন্ট স্প্যানিশ ভাষায়]।Vladimir K.
34তিনি তার অ্যাকাউন্টে (@ক্যাসাকিউজেনারেল) প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলির নেতৃত্বের সমালোচনা করে তাকে মিথ্যুক অভিহিত করেন:
35@rmartinelli es mentiroso nosotros NO queremos Minería, por favor de la cara y no se esconda del pueblo que le dio el voto. @আরমার্টিনেলি একজন মিথ্যুক।Polo (@kendriv) até mesmo conduziu uma eleição informal na internet, colocando a cacique concorrendo contra o presidente e um dos principais candidatos presidenciais.
36আমরা কয়লা খনি চাই না।A cacique ganhou:
37দয়া করে আমাদের সামনে আসুন। যারা আপনাকে ভোট দিয়েছে, সেই জনগণের কাছে কিছু গোপন করবেন না।Na eleição de hoje Silvia Carrera, cacique geral, venceu para o cargo de presidente da República do Panamá.
38পানামার সাধারণ নাগরিকরা নারী হিসেবে ক্যাসাকিউ এর সাহস দেখে তার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েছেন।
39ভ্লাদিমির কে পালো (@কেনড্রাইভ) একটি ওয়েবের অনানুষ্ঠানিক জরিপ তুলে এনেছেন।
40সেখানে ক্যাসাকিউকে প্রেসিডেন্টের বিপরীতে প্রধানতম প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে। সেখানে ক্যাসাকিউ জিতেছেন:Joel Jonas (@joeljonas16) tuíta seu aplauso e apreciação à clareza de expressão da cacique quando comparada ao Ministro da Segurança Raul Mulino, que foi duramente criticado pela maneira como lidou com a crise recente.
41আজকের জরিপে সিলভিয়া ক্যারেরা, জেনারেল ক্যাসাকিউ, পানামা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেছেন।Eu APLAUDO a cacique geral por suas palavras, em 3 minutos ela foi mais clara e mais direta do que o Mulino conseguiu ser em 3 dias.
42জোয়েল জোনাস (@জোয়েলজোনাস১৬) ক্যাসাকিউকে সমর্থন করে টুইট করেছেন। নিরাপত্তা বিষয়ক মন্ত্রী রাউল মুলিনোর চেয়ে স্বচ্ছতার সাথে বক্তব্য তুলে ধরায় তিনি ক্যাসাকিউয়ের প্রশংসা করেন।Enrique Sosa T. (@esosatribaldos) acredita, por outro lado, que a cacique está exagerando um pouco ao dizer que eles não são levados em conta e a prova disso é que a cacique consegue acesso gratuito à internet fornecido pelo estado.
43একই সাথে সাম্প্রতিক সংকট কঠোরভাবে মোকাবেলা করায় মুলিনোর সমালোচনা করেন:Em quantos países uma cacique geral consegue ter acesso gratuito à internet?
44আমি ক্যাসাকিউয়ের বক্তব্য সমর্থন করি।Pense duas vezes antes de dizer que não somos levados em conta.
45মুলিনোর ৩ দিনে যা পারেননি, ক্যাসাকিউ ৩ মিনিটেই তা পরিষ্কার করে দিয়েছেন। অন্যদিকে এনরিকো সোসা টি (@ইসোসাট্রিবালডোস) মনে করেন, তাদের বিবেচনায় নেয়া হয় না বলে ক্যাসাকিউ ছোট্ট বিষয়কে অতিরঞ্জিত করছেন।No dia 8 de fevereiro de 2012 a cacique fez um discurso para a assembléia legislativa, momento em que fez duras críticas ao presidente e alertou os deputados que caso o presidente não mantivesse suas promessas, os indígenas acabariam por retornar às manifestações de rua.
46তার কাছে প্রমাণ আছে, ক্যাসাকিউ রাজ্য প্রদত্ত বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
47কয়টি দেশে জেনারেল ক্যাসাকিউ বিনামূল্যে ইন্টারনেট সেবা পাবেন?O discurso, que foi televisionado no canal da assembléia, foi visto e admirado por um grande número de panamenhos.
48তাই বলার আগে দুইবার ভাবুন, আমরা আপনাদের বিবেচনা করি কি না!Luis Carlos Chacon (@lcchacon) dedica algumas palavras elogiosas à líder:
49৮ ফেব্রুয়ারি ক্যাসাকিউ সংসদে বক্তৃতা দেন। সেখানে তিনি প্রেসিডেন্টকে আক্রমণ করেন।Que belo exemplo de dignidade, honra e coragem a Cacique Geral Silvia Carrera nos dá.
50তাকে সতর্ক করে দেন, তিনি যদি প্রতিশ্রুতি না রাখেন তবে তারা আবার রাজপথে ফিরে যাবেন।Seguindo a mesma linha, Evelyn Castrejon (@ECastrejonC) observa que a cacique geral é uma líder de verdade:
51সংসদ চ্যানেলে বর্ক্তৃতাটি সম্প্রচারিত হয়।A cacique geral: uma líder de verdade!
52পানামার বিপুল সংখ্যক জনগণ টিভিতে বর্ক্তৃতা দেখে তার ভক্ত হয়ে যান।Foi a primeira vez que assisti ao canal da assembléia!
53লুইস কার্লোস সাকন (@এলসিসাকন) নেতার প্রশংসায় কিছু শব্দ খরচ করেন: জেনারেল ক্যাসাকিউ কী চমত্কার গাম্ভীর্য, সম্মান ও সাহসের উদাহরণ আমাদের দিলেন!Paco Gómez Nadal, um jornalista espanhol que foi repatriado pelo governo atual por sua suposta participação nos protestos indígenas, comenta em seu blog Otramerica [es] sobre a importância da luta desta mulher:
54ইভলিন ক্যাস্ট্রেজন (@ইক্যাস্ট্রেজনসি) একই লাইনে মন্তব্য করেন যে, ক্যাসাকিউ একজন সত্যিকারের নেতা:
55জেনারেল ক্যাসাকিউ একজন সত্যিকারের নেতা। এই প্রথম আমি সংসদ চ্যানেল দেখলাম।Carrera, em momento algum, escondeu-se naqueles dias amargos de repressão e perseguição.
56আদিবাসীদের প্রতিবাদে অংশ নেয়ার অভিযোগে বর্তমান সরকার কর্তৃক বহিষ্কৃত স্প্যানিশ সাংবাদিক পাকো গোমেজ নাদাল তার ব্লগ অট্রামেরিকায় এই নারীর লড়াইয়ের গুরুত্ব সম্পর্কে মন্তব্য করেছেন:
57তিনি দমন-পীড়নের তিক্ত দিনগুলির কোনো কিছুই কখনো গোপন করেননি। এ গল্প সবাই জানে, এনগাবির নারীরা, যারা পানামা শহরের সাংগুইনোলার তাবাসারা নদী তীরে বছর বছর ধরে আছে, সেখানকার প্রতিবাদ, বিভোক্ষ দেখেছে।A história continua e as mulheres de Ngabe demonstram, nas manifestações e protestos nos quais vem participando ao longo dos anos, no Rio Tabasara, em Changuinola, na cidade do Panamá, que dignidade é uma palavra presente no gênero feminino.
58যা নারীর মর্যাদার একটি শব্দকেই তুলে ধরে।Este post faz parte de nossa cobertura especial Direitos indígenas.
59এই পোস্টটি আমাদের আদিবাসী অধিকার সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশবিশেষ