Sentence alignment for gv-ben-20140105-41002.xml (html) - gv-por-20140123-49635.xml (html)

#benpor
1ছবিঃ দক্ষিণ এশিয়ার মানুষFOTOS: Humanos da Ásia Meridional
2২০১০ সালে ফটোগ্রাফার ব্রান্ডন স্টানটোন নিউইয়র্ক শহরের রাস্তার অচেনা লোকদের ছবি তোলা শুরু করেন, তাদের কিছু প্রশ্ন করেন এবং তাদের কাহিনী অনলাইনে তুলে ধরেন।Todas as ligações apontam para páginas em inglês. Em 2010, o fotógrafo Brandon Stanton começou a fotografar desconhecidos nas ruas de Nova Iorque, fazendo-lhes algumas perguntas e partilhando as suas histórias online.
3তিন বছর পর তিনি সকল ছবি হিউম্যানস অফ নিউইয়র্ক (নিউইয়র্কের মানুষ) নামক ফেসবুক পাতায় একত্রিত করেন, আর তার এই প্রকল্প ক্রমশ জনপ্রিয় হতে শুরু করে। এর অনুকরণে বিশ্বের বিভিন্ন প্রান্তের পেশাদার ও অপেশাদার চিত্রগ্রাহকেরা অনুরূপ ব্লগ ও ফেসবুক পাতা তৈরী করে যেখানে তারা তাদের নিজ নিজ অঞ্চলের নাগরিকদের ছবি ও কাহিনী তুলে ধরেছে।Três anos depois criou a página de Facebook Humanos de Nova Iorque (Humans of New York, no original, ou HONY) e, quando a popularidade do projecto cresceu, fotógrafos profissionais e amadores por todo o mundo começaram a reproduzir a ideia com blogues e páginas de Facebook destacando fotografias e histórias de pessoas das suas regiões.
4আসুন আমরা এক নজর চোখ বুলাই, কি ভাবে হিউম্যানস অফ নিউইয়র্ক সারা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোকে অনুপ্রাণিত করেছে।Vamos espreitar como o projecto Humanos de Nova Iorque tem inspirado fotógrafos pelos países da Ásia Meridional.
5ভারতÍndia
6হিউম্যানস অফ ইন্ডিয়ার ফেসবুক পাতার স্ক্রিনশট।Captura de imagem da página de Facebook Humans of India
7২০১২ সালের ১লা জুন শুরু হবার পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত হিউম্যানস অফ ইন্ডিয়ার ফেসবুক পাতা ১০৮,৭০০ জন অনুসারী লাভ করেছে এবং ১৭,৮০০ জনের বেশী নাগরিক তা শেয়ার করেছে।Desde a sua criação, a 1 de Junho de 2012, a página de Facebook Humanos da Índia já atraiu mais de 115 mil seguidores e foi partilhada por mais de 17 mil pessoas.
8হিউম্যানস অফ ইন্ডিয়ার ফেসবুক পাতার এর প্রধান নির্বাহী মেঘনা মজুমদার ম্যাশেবল ব্লগকে প্রদান করা এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছে:Megha Majumder, a directora da página, explicou numa entrevista ao site Mashable:
9এই “সন্ডার” শব্দটির প্রতি প্রেমে পড়েছিলাম আমি কিছুদিন আগে।Existe uma palavra pela qual me apaixonei há algum tempo: “sonder”.
10এটি হচ্ছে সেই উপলব্ধি যা বলে যে রাস্তায় দেখা প্রতিটি মানুষ একটি জীবন যাপন করছে যা আমাদের নিজস্ব জীবনের মত প্রাণবন্ত ও জটিল এবং যা আপন চিন্তা, অনুভূতিতে ও আবেগে সহকারে সম্পূর্ণ।Significa o acto de me aperceber de que qualquer transeunte está a viver uma vida tão complexa e vívida quanto a minha, com os seus próprios pensamentos, sentimentos e emoções.
11আর তাদের কাছেও আপনি কেবল রাস্তা ধরে এগিয়ে যাওয়া এক ব্যক্তি।E para eles eu sou também apenas uma figura de passagem na rua.
12সন্ডার শব্দটি আমার সচেতনাকে জাগাতে সক্ষম হয়েছে- মানুষগুলো তখন কেবল আর অপরিচিত কেউ থাকেনি।“Sonder” apoderou-se da minha consciência - as pessoas deixaram de ser meros desconhecidos.
13শরীরকে রাঙানো যেন আত্মার এক সশব্দ বহিঃপ্রকাশ ওম (ॐ)।Uma decoração do corpo, um aperfeiçoamento da alma ॐ.
14ছবি হিউম্যানস অফ ইন্ডিয়ার।Fotografia por Humans of India.
15অনুমতিক্রমে প্রকাশিত।Usada com permissão.
16“আমি একেবারে নিশ্চিত যে ভালবাসা এবং আলো একে অন্যের সাথে সম্পৃক্ত।“Tenho a certeza de que o amor e a luz têm alguma coisa a ver um com o outro.
17আর একই কারণে দীপাবলি অসাধারণ।É por isso que o Diwali é porreiro.
18বাতাসে অনেক ভালবাসা ভেসে বেড়াচ্ছে”।Muito amor pelo ar.”
19ছবি হিউম্যানস অফ ইন্ডিয়ার।Fotografia por Humans of India.
20অনুমতিক্রমে প্রকাশিত।Usada com permissão.
21হিউম্যানস অফ ব্যাঙ্গালোর, হিউম্যানস অফ মুম্বাই, হিউম্যানস অফ নিউ দিল্লী (১,২), হিউম্যানস অফ হায়দ্রাবাদ এবং হিউম্যানস অফ লক্ষ্মৌ এই একই ধরনের প্রকল্প।Iniciativas semelhantes foram desenvolvidas por projectos como Humanos de Bangalore, Humanos de Mumbai, Humanos de Nova Deli (1, 2), Humanos de Hyderabad e Humanos de Lucknow.
22এই সমস্ত পাতার বেশীরভাগ অংশ ব্যবহারকারীদের প্রদানকৃত ছবি (ক্রাউডসোর্সিং) দ্বারা সমৃদ্ধ হয়েছে।Muitas destas páginas aceitam submissões colaborativas.
23হিউম্যানস অফ ব্যাঙ্গালোর পাতার স্ক্রিনশট।Captura de imagem da página Humans of Bangalore
24বাংলাদেশBangladesh
25হিউম্যানস অফ বাংলাদেশ একটি ব্যবহারকারীদের দ্বারা সমৃদ্ধ প্রকল্প যা ১৯ জুলাই, ২০১২ তারিখে চালু হবার পর থেকে এ পর্যন্ত মোট ২০৫০ জন অনুসারী লাভ করেছে।Humanos do Bangladesh é um projecto colaborativo que conseguiu mais de 2100 seguidores desde a sua criação, a 19 de Julho de 2012.
26হিউম্যানস অফ বাংলাদেশ ব্লগের স্ক্রিনশটCaptura de imagem do blogue Humans of Bangladesh
27গত ২৯ নভেম্বর, ২০১৩ তারিখে বাংলাদেশী ফটোগ্রাফারদের উদ্যোগে আরেকটি নতুন প্রকল্প শুরু হয়েছে, যাকেও হিউম্যানস অফ বাংলাদেশ নামে অভিহিত করা হচ্ছে এবং ৪,৭০০ জনের বেশী ব্যক্তি কর্তৃক অনুসৃত হচ্ছে।Existe ainda outro novo projecto também chamado Humanos of Bangladesh, criado a 29 de Novembro de 2013 por fotógrafos do Bangladesh e seguido por mais de 6 mil pessoas.
28বাংলাদেশী ফটোগ্রাফারদের উদ্যোগে শুরু হওয়া হিউম্যানস অফ বাংলাদেশ পাতার স্ক্রিনশট।Captura de imagem da página Humans of Bangladesh, por fotógrafos do Bangladesh.
29এছাড়া হিউম্যানস অফ ঢাকা নামক পাতাও রয়েছে।Também disponível está a página Humanos de Dhaka.
30মালদ্বীপMaldivas
31২০১৩ সালের ১০ই আগস্ট হিউম্যানস অফ মালদ্বীপের ফেসবুকের পাতার যাত্রা শুরু হয় এবং এখন পর্যন্ত তার ২,৩০০ এরও বেশী জন অনুসারী রয়েছে।A página de Facebook Humanos das Maldivas foi lançada a 10 de Agosto de 2013 e já é seguida por mais de 2300 pessoas.
32হিউম্যানস অফ মালদ্বীপ -এর ফেসবুকের পাতার স্ক্রিনশট ।Captura de imagem da página de Facebook Humans of Maldives
33ভুটান:Butão
34হিউম্যানস অফ নিউইয়র্কের দ্বারা অনুপ্রাণিত হয়ে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে হিউম্যানস অফ ভুটান-এর পাতার যাত্রা শুরু হয় এবং এটি ছবির সংগ্রহের তালিকা ক্রমশ: বাড়িয়ে তুলেছে একটি একটি করে।Também inspirado pelo projecto “Humans of New York”, a página Humanos do Butão foi criada em Setembro de 2012 e desde então continuou a expandir a sua colecção de fotos, um retrato de cada vez.
35হিউম্যানস অফ ভুটানের ওয়েব পাতার স্ক্রিনশটCaptura de imagem da página Humans of Bhutan
36নেপালNepal
37দি হিউম্যানস অফ নেপাল পাতা, যা ৭ জানুয়ারি ২০১৩ তারিখে যাত্রা শুরু করে সেটি নেপালের সংস্কৃতি, জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য উদযাপন করেছে।A página Humanos do Nepal, que começou a 7 de Junho de 2013, celebra a diversidade cultural, étnica e religiosa do Nepal.
38হিউম্যানস অফ নেপালের স্ক্রিনশটCaptura de imagem da página Humans of Nepal
39পাকিস্তানPaquistão
40২০১২ সালের জুলাই মাসে হিউম্যানস অফ পাকিস্তান পাতার যাত্রা শুরু হয় এবং ২২ আগস্ট, ২০১৩ তারিখে হিউম্যান অফ পাকিস্তান নামে আরেকটি পাতার যাত্রা শুরু হয়।A página Humanos do Paquistão foi lançada em Julho de 2012, e uma página semelhante com o mesmo nome começou a 22 de Agosto de 2013.
41উভয় পাতাকেই কয়েকশ জন ব্যক্তি করে অনুসরণ করছে।Ambas são seguidas por algumas centenas de pessoas.
42হিউম্যানস অফ পাকিস্তানের ফেসবুক পাতার স্ক্রিনশট।Captura de imagem da página de Facebook Humans of Pakistan
43দৃশ্যত: মনে হচ্ছে এই বিষয়ে তৈরী করা শহুরে পাতাগুলো বেশী জনপ্রিয়, যেমন হিউম্যানস অফ ইসলামাবাদ এন্ড রাওয়ালপিন্ডি (৩,৪১৬ জন এই পাতা অনুসরণ করছে), হিউম্যানস অফ কাশ্মির (১,২০৯জন এই পাতা অনুসরণ করছে), হিউম্যানস অফ সিন্ধি (৩,৫২১ জন এই পাতা অনুসরণ করছে), হিউম্যানস অফ লাহোর (৭,০৫৭ জন এই পাতা অনুসরণ করছে), এবং হিউম্যানস অফ করাচি (৯৯,৬৪৭ জন এই পাতা অনুসরণ করছে)।As páginas dedicadas a cidades parecem ser mais populares, como a Humanos de Islamabad e Rawalpindi (3495 seguidores), Humanos de Caxemira (1229 seguidores), Humanos de Sindh (3580 seguidores), Humanos de Lahore (7265 seguidores), e Humanos de Carachi (102 mil seguidores).
44সাকিনা ঘিওয়ালা।Sakina Gheewala.
45ছবি হিউম্যানস অফ নিউইয়র্ক এবং হিউম্যানস অফ করাচির সৌজন্যে।Imagem cortesia Humans of New York e Humans of Karachi
46সাকিনা ঘিওয়ালা, হিউম্যানস অফ নিউইয়র্ক-এর সৃষ্টিকর্তা ব্রান্ডন স্টানটোনের কাছে একটি চিঠি লিখেছে, যা হিউম্যানস অফ নিউইয়র্ক পাতায় প্রকাশ করা হয়েছে। এই চিঠিতে সে ব্যাখ্যা করছে কি ভাবে এই প্রকল্প তার হৃদয় ছুঁয়ে গেছে::Sakina Gheewala escreveu uma carta ao criador do projecto HONY, Brandon Stanton, que foi apresentada na página Humans of New York, explicando como o projecto a tocou:
47প্রিয় ব্রান্ডন:Caro Brandon,
48আজ হিউম্যানস অফ নিউইয়র্ক পুস্তক আমার হাতে এসে পৌঁছেছে।O meu livro HONY chegou hoje ao Paquistão.
49যদিও ইতিমধ্যে পাঁচ মাস পার হয়ে গেছে, তারপরেও এটা আমার এ বছরের সেরা জন্মদিনের উপহার।Embora tenha chegado com cinco meses de atraso, foi a minha prenda de aniversário preferida deste ano.
50আমার অবস্থান এমন এক দেশে যেখানে নাগরিকদের টিকে থাকার জন্য প্রতিদিন লড়াই করতে হয়, আমি সেই সমস্ত সৌভাগ্যবানদের মধ্যে অন্যতম এখন যাদের সবেচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি হওয়া।Num país em que as pessoas lutam pela sobrevivência todos os dias, eu sou uma das poucas afortunadas cuja maior preocupação agora é acabar a faculdade de medicina.
51আমি যতই অস্বীকার করি না কেন, পৃথিবীর যে অংশে আমি বাস করি, সেখানে আমার মত মানুষেরা এক বুদ্বুদের মাঝে বাস করে।Na minha região, as pessoas como eu vivem numa bolha, por muito que queiramos negá-lo.
52আর আমাদের সমস্যার নাম “প্রথম বিশ্বের সমস্যা”।E os nossos problemas são chamados de “problemas de Primeiro Mundo”.
53হয়ত মানুষকে বিস্মিত করবে এমন এক “পাকিস্তানকে” দেখে যা অনেক বেশী পশ্চিমা বিশ্বের সাথে সম্পৃক্ত।Talvez surpreenda ver uma paquistanesa tão em sintonia com o Mundo Ocidental.
54এখান থেকে তৈরী হওয়া অন্য সব কিছুর বাইরে শুধু এক ঘৃণা দৃশ্যত যা বিশ্ব খেয়াল করেছে, সেটি দেখা।Ver algo mais para além do ódio que o mundo parece reparar que irradia daqui.
55কিন্তু এখানে পাকিস্তানে আমার এই ক্ষুদ্র বুদ্বুদের মাঝে হিউম্যানস অফ নিউইয়র্কে তুলে ধরা কাহিনী থেকে আমি অনুপ্রেরণা খুঁজে পাই, কারণ সাধারণ একজন মানুষ যা ধারণ করে, তারা তার চেয়ে বেশী কিছু বর্ণনা করে।Mas, na minha pequena bolha aqui no Paquistão, encontro inspiração nas histórias partilhadas no “Humans of New York”, porque retratam mais do que aquilo que a pessoa comum se apercebe.
56হ্যাঁ, পাকিস্তান এমন এক জাতি, যা বাকী বিশ্বের চেয়ে অনেক বেশী যন্ত্রণা ভোগ করছে। তাদের একশো এক কোটি একটা সমস্যা রয়েছে, কিন্তু হিউম্যানস অফ নিউইয়র্ক আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে সব কিছুর উপরে আমরা আলাদা আলাদা একেক ব্যক্তি।Sim, enquanto nação o Paquistão sofre mais do que outras; sim, temos mil e um problemas, mas o HONY faz-me lembrar que acima de tudo somos indivíduos.
57আর এই কারণে সকল পাকিস্তানী নাগরিক একই রকম নয়, যেমনটা ঠিক সকল আমেরিকান এক নয়।Que assim como todos os paquistaneses não são iguais, também todos os americanos não são.
58এটা আমাকে অন্য সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধার বিষয়টি স্মরণ করিয়ে দেয়- এখানকার অনেক ব্যক্তি যা ভুলে যাওয়ার অভ্যাস করছে।Faz-me lembrar de amar e respeitar toda a gente - algo que muitas pessoas aqui tendem a esquecer.
59হিউম্যানস অফ নিউইয়র্কে প্রকাশিত ছবি এবং কাহিনী আমাকে প্রায় সব সময় মনে করিয়ে দেয়, যে কোন কিছু করা সম্ভব।As fotografias e as histórias no HONY quase sempre me fazem sentir que tudo é possível.
60ধন্যবাদান্তে সাকিনাObrigada, Sakina