# | ben | por |
---|
1 | মাদাগাস্কার: সেনাবাহিনী আর ভিন্নমতাবলম্বী পুলিশ ইউনিটের মধ্যে সংঘর্ষ | Madagascar: Irrompe a Violência Entre o Exército e Unidades Dissidentes de Polícia |
2 | গত ২০শে, ২০১০ তারিখে মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোতে এক ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধ হয়েছে দুটি পরস্পরবিরোধী সেনাবাহিনীর দলের মধ্যে। | Em 20 de maio de 2010 batalhas sustentadas por forças armadas rivais duraram uma hora na capital de Madagascar, Antananarivo. |
3 | চলতে থাকা রাজনৈতিক সংঘর্ষ আবার শুরু হয়েছে এবং স্থানীয় রেড ক্রসের রিপোর্ট অনুসারে অন্তত তিনজন আহত হয়েছেন এই গোলযোগে। | A crise política em curso mais uma vez acabou em violência enquanto um relatório da Cruz Vermelha local afirma que pelo menos três pessoas ficaram feridas no confronto (fr). |
4 | এফআইজিএন নমে পুলিশের একটা বিছিন্ন অংশের (Forces d'Intervention de la Gendarmerie Nationale: FIGN ) সমর্থনে শত শত জনতা একত্র হলে তাদেরকে ঘিরে ছিল এমো-রেগ নামে সেনাবাহিনীর একটা ইউনিট (état-major mixte opérationnel régional: Emmo-Reg), আর এরপরে গোলাগুলি বিনিময় হয়। | Uma manifestação composta por cem civis e apoiada por um facção dissidente da polícia (Forces d'Intervention de la Gendarmerie Nationale: FIGN) foi cercada por uma unidade do exército (état-major mixte opérationnel régional: Emmo-Reg), e então disparos [de armas] foram trocadas. |
5 | এফআইজিএন এর নেতা কর্নেল রেমন্ড আন্দ্রিয়ানজাফি ব্যাখ্যা করেছেন যে আন্দ্রাইনারিভো-মাউসলিতে জনসাধারণের একত্র হওয়ার কারণ বর্তমান অবস্থা নিয়ে তাদের অসন্তোষ প্রকাশের জন্য আর এই পরিস্থিতির একটা সমাধান খোঁজার জন্য। | O líder das FIGN, coronel Raymond Andrianjafy explicou que o motivo da reunião em Andrainarivo-Mausolée era permitir aos civis expressarem sua desaprovação em relação à situação atual e tentar encontrar uma solução para a crise (fr). |
6 | এফআইজিএন সেখানে উপস্থিত ছিল সমবেতদের নিগ্রহিত হওয়া থেকে বাঁচাতে। | As FIGN estavam lá para impedir que a manifestação fosse reprimida, ele disse. |
7 | strong>সর্বশেষ: মাদাগাস্কার ট্রিবিউন জানাচ্ছে যে বন্দক যুদ্ধ থেকে অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ধর্মযাজক রিভো আরিসন রানাইভো ছিলেন যেটা প্রোটেস্টেন্ট চার্চের একটি বার্তা জানিয়েছে। | O confronto se deu alguns dias depois de uma rádio ser atacada por uma unidade especial do exército em 17 de maio enquanto o líder da oposição, Ambroise Ravonison e outro convidado que estava no ar, Harrison Razafindrakoto, eram entrevistados ao vivo. |
8 | স্থানীয় একটা রেডিও স্টেশন মে মাসের ১৭ তারিখে সেনাবাহিনীর বিশেষ একটা ইউনিট দ্বারা আক্রান্ত হওয়ার কয়েক দিন পরে এই সংঘর্ষ হল যখন বিরোধী দলের নেতা অ্যাম্ব্রোইজ রাভোনিসন আর একজন অতিথি হ্যারিসন রাজাফিন্দ্রাকতো সরাসরি সাক্ষাতকার দিচ্ছিলেন। | |
9 | মাদাগাস্কারের ব্লগার আর টুইটার ব্যবহারকারীরা সকালে এই বন্দুক যুদ্ধের কথা প্রথমে জানান: | Blogueiros e usuários do Twitter em Madagascar foram os primeiros a relatar a troca de tidos pela manhã: |
10 | আন্তানানারিভো থেকে পিয়ের মাউরি টুইট করেছেন যে সকাল ৯:৪২ মিনিটে বন্দুকের গুলির আওয়াজ শুরু হয় জোরালোভাবে আর তা প্রায় ৪৫ মিনিট ধরে চলে। | Pierre Maury em Antananarivo retuitou que a troca de tiros começou às 9:42 da manhã [horário local] era intensa e durou pelo menos 45 minutos. |
11 | ইনভেস্টগ্যাসি জানিয়েছেন যে তিনটি সেনাবাহিনীর ট্রাককে মিটিং স্থলে আসতে দেখা গেছে আর শহরতলীর কয়েকটি দোকান বন্ধ ছিল। | InvestGasy relatou que três caminhões militares foram vistos se aproximando do ponto da reunião [dos manifestantes] e que algumas lojas no centro da cidade foram fechadas. |
12 | জেন্টিলিসা, যিনি এই সমাবেশে ছিলেন, এই লেখা স্থানীয় সময় সকাল ১১ টায় পোস্ট করেছেন: | Jentilisa, que estava na manifestação, postou a seguinte nota às 11 horas da manhã [mg]: |
13 | মুখোমুখি হওয়ার পরে মানুষ আর মাউসোলিতে ধুক্তে পারছে না। | As pessoas não conseguem entrar mais no Mausolée [Mausoléu] depois do confronto. |
14 | যারা ভিতরে আছেন তারা গান আর প্রার্থনা আবার শুরু করেছেন। | Aqueles que estão dentro voltaram a cantar e rezar. |
15 | রাঞ্জাক্রাইস, যিনি ওই স্থানে ছিলেন, নিশ্চিত করেছেন যে দলীয় প্রার্থনা চলছিল যখন সংঘর্ষ হয়। | Ranjachrys, também no local, confirmou que as rezas em grupo continuaram enquanto ocorria o confronto. |
16 | তিনি আরো জানিয়েছেন যে একজন ধর্মযাজককে পরে গ্রেপ্তার করা হয়। | Ele também relatou que um pregador foi preso logo depois. |
17 | জেনেভায় বসবাসকারী একজন ব্লগার তোমাভানা, বিভিন্ন সামাজিক মিডিয়া প্লাটফর্মে দেয়া স্থানীয় ব্লগারদের আপডেট তুলে ধরেছেন আর একত্র করেছেন ঘটনার কালানুক্রমিক ধারা যা টুইটারকারীরা বিভিন্ন সময়ে জানিয়েছেন: | Tomavana, um blogueiro residente em Genebra, amplificou os updates dos blogueiros locais em diferentes plataformas de mídia social e compilou uma exaustiva timeline dos eventos como divulgado pelos usuáriosdo Twitter: |
18 | মাদাগাস্কার থেকে টুইটার বার্তার আর্কাইভ | arquivo das atualizações do Twitter de Madagascar |
19 | মাদাগাস্কার বিষয়ে টুইটার আপডেট: টুইটারকারী তোমাভানা, সেমগানেগি আর ডটএমজি মানুষকে অনুরোধ করছেন বিভিন্ন রেডিও আর টুইটার আপডেটে যে অনেক তথ্য শোনা যাচ্ছে তা সাবধানে গ্রহন করা উচিত। | Os usuários do Twitter Tomavana, Sameganegie e Dotmg estão convocando as pessoas a saber que muito da dita informação que é ouvida em várias rádios e no twitter deve ser levada com ceticismo cauteloso. |
20 | এদের মধ্যে অনেক কয়েকটা ভুল বা প্রচারণা হিসাবে প্রমাণিত হয়েছে। | Muitas destas se provaram imprecisas ou pura propaganda. |
21 | তারা হ্যাশট্যাগ #এফভিটিএম (ভুল তথ্য দেয়ার সংক্ষেপিত রুপ) গঠন করেছেন টুইটারে ভুল তথ্য তুলে ধরার জন্য। | Eles criaram a hashtag #fvtm ( abreviado de: filazana vaovao tsy marina que se traduz como “sinalização de informações falsas”) no Twitter para destacar falsa informação. |
22 | পরিস্থিতি এখনও পরিবর্তনশীল আর এখানে আমরা সর্বশেষ জানাব যখন আরো সংবাদ নিশ্চিত করা হবে। | A situação ainda está em desenvolvimento e iremos fornecer atualizações aqui à medida em que mais relatos são confirmados. |
23 | এখানে পাওয়া যাবে সেইসমস্ত টুইটার আপডেট যেখানে #মাদাগাস্কার শব্দটি উল্লেখিত আছে। | Aqui há, em tempo real, atualizações do twitter que contém a hashtag #Madagascar. |