Sentence alignment for gv-ben-20081016-1308.xml (html) - gv-por-20081008-1383.xml (html)

#benpor
1আমেরিকার নির্বাচনের উপর আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গীOlhares Internacionais Sobre as Eleições nos EUA
2আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আমেরিকার বিদেশ নীতি ও প্রার্থীদের উপর আর্ন্তজাতিক মনোযোগ বাড়ছে।Conforme as Eleições Norte-Americanas se aproximam, aumenta a atenção internacional à política norte-americana e aos candidatos concorrentes.
3কারেন্ট টিভির কালেকটিভ জার্নালিজম (সমন্নিত সাংবাদিকতা) ও গ্লোবাল ভয়েসেসের ভয়েসেস উইদাউট ভোটস (ভোটহীনদের কণ্ঠস্বর)- এর মতো উদ্যোগ আসলে এই বিষয়ে তথ্য সংগ্রহ করে এবং এই আঞ্চলিক বিষয়ের ক্ষেত্রে বিশ্বের দৃষ্টিভঙ্গী কি তা তুলে ধরে।Projetos como o Jornalismo Coletivo [En] da Current TV e o Voices Without Votes [En] do Global Voices Online se encarregaram de reunir o que está sendo dito sobre o tema e trazer a perspectiva global sobre esta questão local.
4কারেণ্ট টিভির কালেকটিভ জার্নালিজম প্রোগ্রাম বিভিন্ন দেশের সংবাদ সংগ্রহের মাধ্যমে দেখানো শুরু হয়েছে।O programa Jornalismo Coletivo, da Current TV, começou uma série de reportagens em vídeo sobre como o resto do mundo vê os EUA.
5এখানে বেশ কিছু ধারাবাহিক ভিডিও সংবাদ প্রচারিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাকী বিশ্ব আমেরিকার এই নির্বাচনকে কি ভাবে দেখছে।
6অনুষ্ঠানের নাম দ্যা ভিউ ফ্রম ওভার দেয়ার (ওখান থেকে দেখা)। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আমেরিকার বিদেশ নীতির ব্যাপারে তাদের মন্তব্য প্রদান করেছে, ইরাক যুদ্ধ ও ইরানের সাথে সম্পর্ক নিয়ে বলছে এবং তারা মতামত জানাচ্ছে কাকে তারা আমেরিকার ভবিষ্যৎ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।Em The View from Over There [“A Vista de Lá”, em inglês], pessoas de muitos diferentes países falam sobre seus pontos de vista sobre as políticas externas norte-americanas, a guerra no Iraque, a situação com o Irã e mencionam quem elas gostariam de ver como o futuro presidente dos EUA.
7স্বাক্ষাৎকারগুলো ছিল বিভিন্ন ভাষায়, কিন্ত ভিডিওতে এর ইংরেজী তরজমা করে দেওয়া হয়েছে।As entrevistas no vídeo são por vezes realizadas em outras línguas, mas todas elas tem legendas em inglês.
8উপরের ভিডিওতে আমেরিকার ২০০৮ সালের নির্বাচনের জন্য অন্য টিভির তৈরী করা অনুষ্ঠানের ফুটেজ বা ছবি ব্যবহার করা হয়েছে, তবে এবার বিদেশীদের দৃষ্টিভঙ্গীর উপর মনোযোগ ছিল বেশী।Este vídeo também usa filmagens de outros programas sobre as Eleições Norte-Americanas 2008 [En], mas desta vez se concentrando na perspectiva externa.
9এটি এমন একটা বিষয় যা বেশ কিছুদিন ধরে গ্লোবাল ভয়েস ও রয়টার্স ভয়েসেস উইদাউট ভোটস সাইটে করে আসছে: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে মতামত নেওয়া হচ্ছে।Este é um trabalho que também vem sendo realizado há algum tempo pelo Global Voices e pela Reuters no Voices Without Votes, que reúne opiniões de todos os cantos do planeta a respeito das Eleições nos EUA.
10যদি এ বিষয়ে কেউ কোন লেখা এই সাইটে প্রকাশ করতে চায় তাহলে এখানে সে জানাতে পারে।Se você tem alguma blogada que gostaria de enviar para o site, você pode fazê-lo clicando aqui [En].
11কারেন্ট টিভির পরবর্তী কালেক্টিভ জার্নালিজমের পরিকল্পনা বা অ্যাসাইনমেন্ট হবে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির উপর বিশ্বের বিভিন্ন দেশের মানুষের দৃষ্টিভঙ্গী সংগ্রহ করা।O assunto do próximo programa Jornalismo Coletivo da Current TV serão as opiniões internacionais sobre as políticas de imigração dos EUA.