Sentence alignment for gv-ben-20141013-45174.xml (html) - gv-por-20141014-54644.xml (html)

#benpor
1অ্যামাজনের পরিবেশগত হুমকি মোকাবিলার জন্য এবার উড়বে ড্রোন
2চিরহরিৎ বিমানবাহিনী: আদিবাসীরা তাদের জমি রক্ষা করতে ড্রোন উড়িয়েছেন।
3ভিমিওতে জর্জি তুশেভের কাছে থেকে পাওয়া।VÍDEO: Drones alertam ameaças ambientais na Amazônia
4২০১৪ সালের আগস্ট মাসে তুশেভ অ্যরিয়েল গ্রুপ দ্বারা পরিচালিত একটি প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।Força Aérea na Floresta Tropical, populações indígenas lançam drones para proteger as suas terras,vídeo de GEORGI TUSHEV, no Vimeo.
5সেই প্রশিক্ষণে পেরুর লরেটো ও মাদ্রি ডি অঞ্চলের আদিবাসী নেতারা আবিষ্কার করেন, রেনফরেস্টে পরিবেশগত হুমকি পর্যবেক্ষণে ড্রোন বিশেষ ভূমিকা পালন করতে পারে।
6কর্মশালাটি মারানন নদীর তীরে অবস্থিত সারামুরো সম্প্রদায়ে অনুষ্ঠিত হয় এবং পানামার ইমবেরা-অউনান সম্প্রদায়ের সদস্য সহ বিভিন্ন অ্যামাজোনিয়ান সম্প্রদায়ের ১৫ জন অংশগ্রহণকারী তাতে অংশ নেন।Depois de um treinamento conduzido pelo grupo Tushevs Aerials em agosto desse ano, líderes indígenas das regiões de Loreto e Madre de Dios, no Perú, estão descobrindo como os drones podem desempenhar um papel proeminente no monitoramento das ameaças ambientais à floresta tropical.
7অংশগ্রহণকারীরা ফ্লাইট সিমুলেটর ব্যবহার পদ্ধতি এবং স্বনির্দেশকারী বৈশিষ্ট্য ব্যবহার করে উড্ডয়ন করার পরিকল্পনার জন্য কিভাবে সফটওয়্যার ব্যবহার করতে হয় তা শিখেছেন।O treinamento foi realizado na comunidade de Saramuro, localizada no Rio Marañón e reuniu 15 participantes de várias comunidades da Amazônia, incluindo membros da comunidade Embera-Wounaan do Panamá.
8এছাড়াও তথ্য মূল্যায়নের প্রক্রিয়া এবং ড্রোন দ্বারা সংগৃহীত ছবি থেকে কিভাবে মানচিত্র তৈরি করতে হয় তাঁর উপরও ছিল বিশেষ সেশন।Os participantes fizeram parte de sessões usando simuladores de voo e aprenderam como usar o software para planos de voo com recursos de piloto automático.
9পেরুর জঙ্গল উন্নয়নে আন্ত: জাতিগত এসোসিয়েশন এই ভিডিওটি নির্মাণ করেছে, যেটি কর্মশালার অন্যতম একটি আয়োজকও ছিল।Também houve sessões sobre como avaliar dados e como criar mapas a partir das fotos coletadas pelos drones.
10সম্প্রদায়ের সদস্যরা বলছেন, ড্রোনের মাধ্যমে বেআইনি কাঠ কাটা এবং খনির উত্তোলন ও সেইসাথে ডকুমেন্টেশন মাধ্যমে জমি অধিগ্রহণের মতো সম্ভাব্য হুমকি আরো দক্ষতা এবং দ্রুততার সাথে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। প্রাথমিক কর্মশালা শেষ হলে, ২০১৫ সালের শুরুর দিকে পানামায় একটি ফলো আপ সেশনের পরিকল্পনা করা হয়েছে।No vídeo criado pela Associação Inter-Étnica de Desenvolvimento da Amazônia peruana, (AIDESEP), que também organizou o evento, membros comunitários dizem que os drones farão com que haja um monitoramento mais eficiente e rápido às possíveis ameaças, tais como a derrubada de árvores e a mineração ilegal, bem como as invasões de terra por meio de documentações.
11এই সেশনে তাদের উড়ন্ত দক্ষতা বৃদ্ধিতে এবং সংগৃহীত তথ্য কিভাবে আরও ভালভাবে পর্যবেক্ষণ করা যায় সে বিষয়ে আরো সময় দেওয়া হবে।Assim que o treinamento inicial terminou, já começou a se falar na organização de sessões de acompanhamento no Panamá, no início de 2015.
12থাম্বনেল ছবিটি ভিডিও থেকে নেওয়া একটি স্ক্রিনশট।Nessas sessões haverá mais tempo dedicado no aprimoramento das habilidades de voo e na melhor avaliação dos dados coletados.