Sentence alignment for gv-ben-20130318-35623.xml (html) - gv-por-20130131-40925.xml (html)

#benpor
1সিনাই-এর বন্যায় মিশরের নিরবতাGoverno do Egito silencia-se diante de inundações em Sinai
2ভারি বৃষ্টিপাতের পর মিশরের সিনাই নামক এলাকা বন্যায় প্লাবিত হয়েছে।A península do Sinai está sendo castigada por inundações, depois de fortes chuvas na região.
3অনলাইন প্রচারমাধ্যম এই ঘটনার খুব সামান্য তথ্য প্রদান করেছে, এদিকে মূলধারার প্রচার মাধ্যম এই ঘটনায় পুরোপুরি নিশ্চুপ ছিল।Muito pouca informação está disponível nas redes sociais, em meio ao total silêncio dos principais meios de comunicação.
4টুইটারে, ইব্রাহিম এলগারহি তার লেখা একটি টুইটে মিশরীয় রাষ্ট্রপতি মোহাম্মদ মোরসিকে উদ্দেশ্য করে বলেন [আরবিতে]::No Twitter, Ibrahim Elgarhi endereça um tweet ao presidete do Egito, dizendo [ar]:
5@ইব্রাহিম_এলগারহি: জরুরী এবং মানবিক প্রয়োজনেঃ সিনাই-এর ফিরান উপত্যকায় উল্লেখযোগ্য সংখ্যক পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। বন্যার কারণে যারা বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তাদের দ্রুত সাহায্যের প্রয়োজন।@Ibrahim_Elgarhi: Urgente e humanitário: Há muitas famílias localizadas em Sinai, em Firan Valley, que ficaram isoladas pelas inundações e que precisam de ajuda urgente.
6জনাব রাষ্ট্রপতি দয়া করে জেনে রাখুন যে সিনাই নামক এলাকাটি মিশরের এক অংশ।Por favor, Senhor Presidente, note que Sinai faz parte do Egito.
7সাহায্য প্রদানে কর্তৃপক্ষের নিরবতার বিরুদ্ধে সোচ্চার হবার জন্য আলইয়াদ গাদ নেট নাগরিকদের সমর্থন চেয়েছে :Diante do silêncio e inoperância das autoridades, Alyaa Gad está reunindo apoio para uma ação entre os internautas:
8@আলইয়াদগাদ:সিনাই-এর বন্যায় পানিবন্দী হয়ে পড়া ১,৪০০ টি পরিবারকে আমার কি ভাবে সাহায্য করতে পারি?(@AlyaaGad: Como podemos ajudar 1.400 famílias cercadas pelas inundações em Sinai?
9যখন সেখানে কোন সরকার নেই, সেখানে সরকারের কথা ভুলে যান)।(Esqueçam o governo, porque não existe governo).
10আমরা তাদের জন্য কি করতে পারি?O que podemos fazer?
11আর গতকাল, ব্লগার ওয়েল আব্বাস টুইট করেছে:E ontem, no Twitter, o blogueiro Wael Abbas disse:
12@ওয়েলআব্বাস: বন্যার কারণে দক্ষিন সিনাই-এর ফিরান উপত্যকার ১,৪০০ পরিবার সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।@waelabbas: Há 1.400 famílias ilhadas no sul de Sinai, em Firan Valley, devido às inundações.
13তাদের কাছে খাবার নেই, বিদ্যুৎ নেই, আর কোন প্রচার মাধ্যম কিংবা কোন রাজনীতিবিদ তাদের কথা বলছে না।Elas estão sem comida e eletricidade e não tem imprensa, políticos ou ninguém falando sobre isso.
14তারা আমাকে একটা জরুরী বার্তা পাঠিয়েছে।Elas me enviaram um pedido de socorro.