# | ben | por |
---|
1 | বুলগেরিয়া: সোফিয়াতে বন আইনের বিরুদ্ধে প্রতিবাদ | Bulgária: Protestos Contra Lei Florestal em Sófia |
2 | এই সপ্তাহে, সোফিয়ার কাছে ভিটোসা পাহাড়ে স্কি রিসোর্ট কোম্পানির চাপের কারণে অস্পষ্ট বন আইনের সংশোধনী যা “সংশোধনী ভিটোসা-স্কি” নামে পরিচিত, এর বিরুদ্ধে অননুমোদিত প্রতিবাদের মাধ্যমে রাজধানী সোফিয়াতে দুইদিন, ১৩ ও ১৪ জুন, চলাচলে বাঁধা সংক্রান্ত প্রতিবাদ হয়েছে। | Na última semana, a capital da Bulgária esteve bloqueada por dois dias, 13 e 14 de junho, devido a protestos não sancionados contra a modificação na vaga Lei Florestal, conhecida como “Emendas ‘ski Vitosha'” [en], porque alega-se que as proposições foram feitas sob pressão da empresa que controla os resorts de ski na montanha Vitosha, nos arredores de Sófia. |
3 | প্রায় ৫০০০ জন (প্রথমদিন ২০০০ এবং দ্বিতীয় দিন ৩০০০ জন) এই প্রতিবাদে অংশগ্রহণ করে। | Cerca de 5,000 pessoas (2,000 no primeiro dia e 3,000 no segundo) participaram dos protestos. |
4 | ভূমির অবস্থা অপরিবর্তিত রেখে স্কির সুবিধা ও যন্ত্রপাতি স্থাপনের অনুমতি বন আইন পূর্বেই দিয়েছে। | A Lei Florestal já permite a instalação de alguns serviços e equipamentos de ski sem alteração no status da propriedade. |
5 | অনেকেই মনে করেন যে “অলিগার্চ” সংসদে তাদের প্রতিনিধিদের মাধ্যমে এই জমি প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য চায়। | Muitas pessoas pensam que os “oligarcas”, com seus lobbies no Parlamento, querem essas terras para uso privado. |
6 | ফেসবুক [বুলগেরিয়ান], টুইটার এবং শব্দ বার্তার মাধ্যমে পরিবেশবাদী ও অন্যান্যরা নিজেদের প্রচেষ্টায় সংগঠিত হন। | Manifestantes ambientalistas e outros apoiadores se organizaram com a ajuda do Facebook [bg], do Twitter e de mensagens de texto. |
7 | ১৩ জুন, প্রতিবাদের প্রথম দিন, সন্দেহ করা হয়, বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বইকো বরিসভ এর জন্মদিনে “অলিগার্চের” সাথে সম্পর্ক স্থাপিত হয়। | Em 13 de junho, primeiro dia dos protestos, foi o aniversário do primeiro-ministro búlgaro Boiko Borisov [en], suspeito de conexões com os “oligarcas”. |
8 | ১৩ জুনের র্যালির ভিডিও পোস্টিং এর মাধ্যমে, বুলগেরিয়ার সাংবাদিক ইভান বেডরভ তার ব্লগে [বুলগেরিয়ান] লিখেছেন “শুভ জন্মদিন, প্রিয় বইকো” : | O jornalista búlgaro Ivan Bedrov escreveu “Feliz aniversário, caro Boiko” no seu blog [bg], publicando um vídeo da marcha de 13 de junho: |
9 | ডোরেইড আল হাফিড, ইউরোপীয় সাংবাদিক সংগঠন-বুলগেরিয়া এর একজন কর্মী ও সদস্য তার ফেসবুক পেজে ১৩ জুন এই ছবি পোষ্ট করেছেন: | Doraid al Hafid, ativista e membro da Associação de Jornalistas Europeus - Bulgária [en], publicou esta foto do primeiro dia da marcha no Facebook: |
10 | বইকোর পতন! | Chega de Boiko! |
11 | ছবি ডোরেইড আল হাফিড, অনুমতিসহ প্রকাশিত। পুলিশ দুইদিনের প্রতিবাদে মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে এবং ৩ জন আহত হয়েছেন। | A polícia deteve um total de 24 pessoas nos dois dias de protesto, e três pessoas foram contabilizadas como feridas. |
12 | এই পোষ্টের লেখক নীচের ভিডিওটি ধারণ করেছেন, যাতে ১৩ জুন এর গ্রেপ্তারের শুরু দেখা যাচ্ছে: | Abaixo está um vídeo gravado pelo autor deste post, mostrando o começo das detenções policiais de 13 de junho: |
13 | ১৪ জুন র্যালির পরে, জনতা স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতির কার্যালয়ের বিষয়ে উৎসাহিত হয়। | Após a marcha de 14 de junho, as cidadãos rumaram espontaneamente para a sede de trabalho do presidente. |
14 | এই ভিডিওতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে: | O vídeo mostra uma expressiva presença policial: |
15 | প্রতিবাদকারীদের নিকট থেকে আরও ভিডিও এখানে এবং এখানে। | Aqui e aqui seguem mais vídeos dos protestos. |
16 | ফেসবুক পেজ “বুলগেরিয়া দখল করো” (১৪,০০০ বেশী সদস্য সংখ্যা) ১৪ জুন প্রতিবাদ থেকে ৪৪টি ছবি পোষ্ট করেছে। | A página “Occupy Bulgaria” no Facebook, com mais de 14,000 membros, publicou 44 fotos do protesto de 14 de junho. |
17 | আভাজে একটি আবেদন: “বুলগেরিয়ার রাষ্ট্রপতিকে নতুন বন আইন বাতিল করতে এবং অলিগার্চকে অবিবেকবান সরকারী সাহায্য বন্ধ করতে বলুন”। | Foi criada uma petição no Avaaz: “Clame o presidente da Bulgária a vetar a nova Lei Florestal e por fim à ajuda inescrupulosa do governo aos oligarcas” [en]. |
18 | আজ, ১৫ জুন, তৃতীয় প্রতিবাদের জন্য নির্ধারিত। | O terceiro protesto foi marcado para o dia 15 de junho. |
19 | এর জন্য ফেসবুকের ইভেন্ট [বুলগেরিয়ান] এর শিরোনাম “অর্লভ সেতু ৩ এ চলাচল বন্ধ করুন”। | O evento criado no Facebook [bg] intitula-se “Bloqueemos a Ponte Orlov III.” |