Sentence alignment for gv-ben-20070522-27.xml (html) - gv-por-20070522-11.xml (html)

#benpor
1দারফুর সম্পর্কে ২৪শে মে'র বিতর্কে যোগ দিনJunte-se ao debate sobre Darfur, dia 24 de maio
2আগামী বৃহস্পতিবার ২৪শে মে ১৩:৩০ (ইউটিসি) ঘটিকায় রয়টার্স দারফুর ক্রাইসিস নিয়ে একটি লাইভ বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করবে।Na próxima quinta-feira, dia 24 de maio de 2007, às 09:30 AM EST (08:30 da manhã de Brasília), a agência Reuters estará realizando um evento do projeto Newsmaker sobre a crise em Darfur.
3রয়টার্সের নিউজমেকার সিরিজের এই ইভেন্টটি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে এবং একটি প্যানেল ডিসকাশন ও প্রশ্নোত্তর পর্ব থাকবে এতে।
4দু:খের বিষয় হচ্ছে যে এর কোন লাইভ ভিডওকাস্ট থাকবে না এবং অডিও ফিড থাকারও সম্ভাবনা কম।
5কিন্ত আপনি এই বিতর্কে যোগ দিতে পারবেন আপনার মন্তব্য বা প্রশ্ন সাবমিট করে।O evento vai ocorrer em Nova York e seguirá o formato usual do Newsmaker, com um painel de debates seguido de sessão de perguntas e respostas.
6আপনি প্রশ্ন বা মন্তব্য দিতে পারেন ইভেন্ট সাইটের “বিতর্কে যোগ দিন” লেখাটি ক্লিক করে অথবা মুল পোস্টটির কমেন্ট সেকশনে (ইংরেজীতে)।Infelizmente não haverá um vídeocast, e é improvável também que tenhamos streaming de áudio, mas a participação é possível através do envio de questões e comentários para o painel nos comentários deste post, ou através do link “Join the Debate” no site do evento.
7এই প্যানেলটি মূলত সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বলে একজন ব্লগার, পাঠক বা সাধারন মানুষ হিসাবে আপনাদের মন্তব্য খুবই সমালোচনামূলক ও গুরুত্বপুর্ন হবে।
8এই ইভেন্ট পাতাটিতে একটি গ্লোবাল ভয়েসেস ফিডও থাকবে।Como o painel será composto basicamente de especialistas e jornalistas, nossa participação como blogueiros, leitores e cidadãos comuns pode ser especialmente importante.
9তাই আপনি যদি দারফুর নিয়ে কোন লেখা আপনার ব্লগে লিখেন তবে তার লিন্কটি দয়া করে আমাদের সাব-সাহারান আফ্রিকা এডিটর নেসান্চো মাচার কাছ পাঠিয়ে দেবেন এইখান থেকে।O evento apresenta também um ‘feed' do Global Voices, e portanto, caso você esteja blogando sobre Darfur, não deixe de enviar o link para o nosso editor para a África Sub-Saariana, Ndesanjo Macha, através de nossa página de contato.
10ইভেন্টের বিস্তারিত:Abaixo, os detalhes do evento:
11দারফুর নিয়ে চিন্তা: কি হতে পারে?Sobre Darfur - o que está em jogo?
12সংঘাত বেড়ে যাচ্ছে, নিরাপত্তা কমে যাচ্ছে, রিসোর্স উধাও হয়ে যাচ্ছে - এমতাবস্থায় শান্তিরক্ষী ও ত্রানকর্মীদের কার্যক্রমের ফলপ্রসুতা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে।
13এখন প্রশ্ন হচ্ছে পশ্চিম সুদানের ভবিষ্যত কি? রয়টার্স এবং রয়টার্স এলার্টনেট আমন্ত্রন জানাচ্ছে দারফুর নিয়ে একটি প্যানেল বিতর্ক শোনার জন্যে যেখানে বেশ কয়েকজন বিশেষজ্ঞ থাকবেন।Na medida em que o nível de segurança se deteriora, cresce a violência, os recursos escasseiam e aumentam as dúvidas sobre a efetividade das forças de paz e dos voluntários em Darfur, muitas são as dúvidas sobre o que guarda o futuro para a região oeste do Sudão.
14আলোচিত বিষয়গুলোর মধ্য থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব কি হবে, খার্তুম এবং জাতিসংঘের অধিকাংশ সদস্যদের মধ্যে কিভাবে দুরত্ব কমানো যাবে এবং কেন দারফুর অন্যান্য বিস্মৃত আফ্রিকান বিরোধের চেয়ে বেশি আলোচিত হচ্ছে?
15প্যানেলিস্টরা হচ্ছেন:
16× পল হোমস - রয়টার্স (মডারেটর) × অ্যান কারি - এনবিসি নিউজA Reuters e Reuters AlertNet convidam você a participar do painel de debate de especialistas sobre a situação em Darfur.
17× জঁ মারি গুহেননো জাতিসংঘ শান্তুরক্ষী বাহিনীর আন্ডার সেক্রেটারী জেনারেল
18× আব্দালমাহমুদ আব্দালহালিম মোহাম্মাদ - জাতিসংঘে সুদানের রাষ্ট্রদুত × জন প্রেন্ডারগাস্ট - আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপOs tópicos a serem discutidos incluem quais as responsabilidades da comunidade internacional, como diminuir a distância entre Cartum (capital do Sudão) e a maioria dos países membros da ONU, e as razões porque Darfur tem atraído mais atenção internacional do que outros conflitos Africanos menos lembrados.
19× মিয়া ফারো - অভিনেত্রী এবং জাতসংঘের শুভচ্ছাদুত × লরেন ল্যান্ডিস - ইউ এস ডিপার্টমেন্ট অফ স্টেট এর সুদান সম্বন্ধীয় বিশেষ দুতPanelistas: * Paul Holmes, Reuters (moderador) * Ann Curry, NBC News * Jean-Marie Guehenno, Sub-Secretário Geral das Forças de Paz da ONU * Abdalmahmood Abdalhaleem Mohamad, Embaixador do Sudão na ONU * John Prendergast, International Crisis Group * Mia Farrow, Atriz e Embaixatriz da Boa Vontade da UNICEF * Lauren Landis, Representante Senior, Sudão, Departamento de Estado Norte-Americano
20ইভেন্ট ওয়েব সাইটটি এখানে।O website do evento está em: http://www.reuters.com/news/globalcoverage/newsmakerDarfur