Sentence alignment for gv-ben-20100114-8730.xml (html) - gv-por-20100113-5748.xml (html)

#benpor
1ভূমিকম্পের পরে হাইতি থেকে প্রত্যক্ষদর্শীরা টুইট করছেনHaiti: Após o terremoto, testemunhos da destruição no Twitter
2আজকের বিকেলে (১২ই জানুয়ারী, ২০১০) যে ৭. ০ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প এই দ্বীপে আঘাত হেনেছে, সে কারণে বর্তমানে টুইটারে হাইতি একটি প্রধান আলোচ্য বিষয়।Como resultado do terremoto catastrófico de 7 pontos na escala Richter que atingiu a ilha esta noite (12 de janeiro), o “Haiti” está atualmente entre os tópicos mais discutidos no Twitter.
3প্রধান ধারার মিডিয়া রিপোর্টের রি টুইটের ভিড়ে আর ক্যারিবিয়ান এই দ্বীপের জন্য যেসব টুইট প্রার্থনা ও শুভ কামনা পাঠাচ্ছে বিভিন্ন ব্যবহারকারী তার মধ্যে প্রত্যক্ষদর্শীর কিছু রিপোর্টও আছে।
4সঙ্গীতকার আর হোটেলের মালিক রিচার্ড মোর্স, যিনি @রামহাইতি হিসাবে টুইট করেন, তার প্রথম বার্তাটি পাঠান হাইতি সময় প্রায় বিকাল ৬টার দিকে: ওলোফসনে ( যে হোটেল তিনি চালান) সব ঠিক আছে… ইন্টারনেট চলছে!!Entre a massa de retweets de notícias da mídia de massa e tweets enviando orações e mensagens positivas para a ilha caribenha, constam testemunhos do músico e hoteleiro Richard Morse, que enviava as mensagens como @RAMHaiti.
5ফোন নেই! আশা করি সবাই ভালো আছে… পাপে [পোর্ট অ প্রিন্স, হাইতির রাজধানী] অনেক বড় বাড়ি ভেঙ্গে গেছে!Morse postou seu tweet inicial por volta das 6h, horário do Haiti, relatando que:
6এক ঘণ্টা পরে তার বেশ কিছু টুইট বার্তা জানিয়েছে: পোর্ট অ প্রিন্সের প্রায় সব আলো নিভে গেছে…মানুষ এখনো চিৎকার করছে তবে অন্ধকার হতে থাকায় শব্দ কমে যাচ্ছে।Estamos bem no oloffson [o hotel que ele administra] … a internet está online !! sem telefones ! espero que tudo esteja bem .. vários prédios grandes em Porto Príncipe [capital do Haiti] estão no chão !
7কোন কোন বাড়ি ধ্বসে গেছে তা নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে…ওলোফসনের পিছনে ক্যাসেল হাইতি ..Uma série de tweets enviados uma hora depois relataram:
8যা ৮ তলা উচুঁ ছিল.. ধ্বংস্তূপে পরিণত হয়েছে।muitos boatos sobre quais prédios foram derrubados..
9আমাদের অতিথিরা গাড়ি চালানোর রাস্তায় বসে আছেন…ওলোফসানে বেশী ক্ষতি হয় নি কিন্তু কাছের অনেক বড় বাড়ি ধ্বসে গেছে।O Castel Haiti, atrás do Oloffson está uma pilha de escombros.. o prédio tinha 8 andares
10আমি শুনেছি যে রাজবাড়ির কিছু অংশ ধ্বসে গেছে… এখানে রু কাপিওস রাস্তায় ইউনিব্যাঙ্ক ধ্বসে গেছে। মানুষ মানুষকে স্ট্রেচারে করে আনছে।Nossos hóspedes estão sentados na entrada da garagem.. sem danos sérios aqui no Oloffson, mas muitos prédios enormes na área desmoronaram
11কয়েক জায়গায় কিছু আগুন জ্বলা ছাড়া পুরো পোর্ট অ প্রিন্স অন্ধকারে।Disseram-me que partes do Palácio desmoronaram.. o UNIBANK aqui na rua Capois desmoronou
12ওলোফসোনের উল্টোদিকে তৈরি করা বড় একটা হাসপাতাল ধ্বসে গেছে।as pessoas estão trazendo outras em macas
13গাড়ী চলা শুরু হয়েছে…আমি দুরে আলো দেখতে পাচ্ছি।Porto Príncipe está na escuridão, exceto por alguns incêndios
14পরে মোর্স রিটুইট করেছেন @ইসাবেল মোর্স এর বার্তা, যিনি জানিয়েছেন “গ্রান্ড রু (আভে ডেসালিনিস) এ অনেক ক্ষতি হয়েছে, তবে ড্যানিয়েল মোরেল ঠিক আছে।
15পুলিশ স্টেশন, ক্যাথিড্রাল, শহরতলীর টেলিকোম্পানি, চার্চ সেন্ট এ্যান সব ধ্বংস হয়ে গেছে।“Um hospital enorme que estava sendo construido na frente do Oloffson desmoronou
16হাইতি সময় বিকাল ৭. ৩০টার ঠিক পরে মোর্স লিখেছেন:os carros estão começando a circular… vejo luzes à distância na direção do cais
17ফোন কাজ করা শুরু করেছে… একজনের ফোন পেলাম যার বাড়ি ভেঙ্গে পড়েছে…বাচ্চা ব্যথা পেয়েছে কিন্তু ঠিক আছে।Mais tarde, Morse re-tweetou @isabelleMORSE, que relatou “ muita destruição na Grand Rue (Avenida Dessalines), Daniel More está bem.
18কিছু মানুষ বেরিয়ে আসছে @ওলোফসান এ… সড়ক বন্ধ দেয়াল পড়ে… গ্রান্ড রুতে অনেক ক্ষতি হয়েছে।A estação de polícia, a catedral, a empresa de telecomunicações do centro, a Igreja de Sta. Anne, tudo destruído”.
19আমি শুনলাম জেনারেল হাসপাতাল ধ্বসে পড়েছে।Logo após 7:30pm, horário do Haiti, Morse escreveu que:
20মানুষের ঔষধ, খাবার, বাড়ি দরকার, পানির অবস্থা জানি না;As pessoas precisam de suprimentos médicos… alimentos e habitação; Não sei qual a situação referente à água;
21তার পরে সন্ধ্যা ৭. ৪৫ এর দিকে:Então, por volta de 7:45pm:
22আর একটা ভূমিকম্পের আফটার শক (পরের কম্পন)…মানুষ চিৎকার করে পাগলের মতো স্টেডিয়ামের দিকে যাচ্ছে…। অনেকে এক সাথে গান করে আর প্রার্থনা করতে করতে যাচ্ছেoutro tremor.. as pessoas estão gritando e enlouquecendo em direção ao estádio… muita cantoria e orações em grande número de pessoas.
23হাইতি সময় রাত ৮. ৪০ মিনিটে:E por volta de 8:40pm:
24আর একটা আফটার শক (পরের কম্পন)…একটু বেশী সময়…শহরতলীতে অনেক চিৎকার…দীর্ঘ রাত্রী হবেmais um tremor… um pouco maior… muitos gritos no centro… essa vai ser uma longa noite
25টুইটারে নাগরিক সাংবাদিকরা ছবি তুলে দিচ্ছে যাতে ধ্বংসের বীভৎসতা বোঝা যাচ্ছে - যেমন নীচেরটার মতো, যা টুইটার ব্যবহারকারী @মারভিনাদিকে পাঠিয়েছে হাইতি রেডিও ওয়ানের সাংবাদিক কারেল পেদ্রে।O que também está proliferando no Twitter são fotos da destruição tiradas por cidadãos, como estas abaixo, alegadamente enviadas ao usuário do Twitter @marvinady pelo jornalista da Rádio 1 no Haiti, Carel Pedre.
26@ লিসান্দ্রোসুয়েরো ও ধ্বংসের ছবি পোস্ট করেছেন বেশ কিছু, নীচেরটাসহ:@LisandroSuero também postou fotos da destruição, incluindo esta foto abaixo: http://main.carelpedre.com/