# | ben | por |
---|
1 | মেক্সিকো:#রেডমেক্সিকো নামক হ্যাশট্যাগের মাধ্যমে হানাহানি নিয়ে টুইট করা | México: Twitando sobre Violência com #MexicoVermelho |
2 | মেক্সিকোর জনগণ সে দেশে চলতে থাকা দিনের পর দিন মাদক দ্রব্য নিয়ে হানাহানির ঘটনা দেখতে দেখতে এবং শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। | Os mexicanos estão cansados de assistir a notícias diárias relacionadas à violência do “narco” (tráfico de drogas) e os diversos e impressionantes eventos ocorridos no país. |
3 | মেক্সিকোর প্রতিদিনের হানাহানি নিয়ে আলোচনার জন্য টুইটারে #মেক্সিকোরোজা (“লাল মেক্সিকো”) নামক হ্যাশট্যাগ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। | No Twitter, a hashtag #MexicoRojo (“México vermelho”) se tornou popular entre os twiteiros mexicanos para discutir tal situação de violência. |
4 | এই সপ্তাহে কয়েকজন টুইটারকারী ১৫ টি ধড়বিহীন লাশের ঘটনা নিয়ে আলোচনা করেছে। এই সব লাশগুলোকে গুয়েরেরো অঞ্চলে পাওয়া যায়, যেখানে বিখ্যাত আকাপুলকো সমুদ্রতট অবস্থিত। | Neste fim de semana, alguns dos tweets tinham como tema os 15 corpos decapitados [en] que apareceram no estado Guerrero, onde está localizada a famosa praia de Acapulco. |
5 | এই বিষয়ের উপর কয়েকটি টুইট এখানে প্রদর্শন করা হল: | Estes são alguns dos tweets sobre esse assunto: |
6 | | Continuem achando que fumar um baseado é “cool” [es] e que não tem problema… Este #MéxicoVermelho é cortesia de todos aqueles que consomem… |
7 | সবসময় ভাবা যে একসাথে মিলে খাওয়া “দারুণ ব্যাপার” এবং কোন কিছুই ঘটেনা… এটার#রেডমেক্সিকো সকল ভোক্তার কারণে ঘটেছে। | Acapulco Guerrero parece uma locação de um filme de terror [es], acharam 15 corpos decapitados num shopping #MéxicoVermelho // Mãe do céu!! |
8 | #প্রিয়তিনজনরাজা, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যে, আমরা মেক্সিকানরা এইসব দেখে অভ্যস্ত হতে চাই না। | #QueridosReisMagos Eu lhes peço, por favor, [es] que nós, Mexicanos, não nos acostumemos ao #MéxicoVermelho |
9 | #রেডমেক্সিকো। আমি আমার দেশে এই রকম হানাহানি চাই না! | Eu não quero essa violência no meu país! |
10 | আমি চাই না, লোকজন এ রকম ভয়ের মধ্যে বাস করুক#আকাপুলকো#রেডমেক্সিকো | [es] Eu não quero que as pessoas vivam com medo! #Acapulco #MéxicoVermelho |
11 | খুব তিক্ত বিষয় হচ্ছে, এটা এই ধরণের হত্যাকাণ্ডের মধ্যে সর্ববৃহৎ গণহত্যা (মাথা আলাদা করে ফেলা)। | Lamentáveis as notícias sobre os decapitados em Acapulco. [es] A violência continua #MéxicoVermelho |
12 | ২০০৮ সালের আগস্ট মাসে ইয়ুকাতান এলাকায় এ রকম ১২টি মৃতদেহ পাওয়া গিয়েছিল। | Seria, amargamente, o maior massacre deste tipo [es] (decapitações). Em Agosto de 2008, em Yucatán, foram 12. #MéxicoVermelho |
13 | মেক্সিকোর রাষ্ট্রপতি ফিলিপে কালডেরন নিশ্চিত করেছে যে ২০১০ সাল ছিল তার শাসনামলের সবচেয়ে হানাহানিপূর্ণ বছর। ২০০৬ সালে তিনি ক্ষমতায় আরোহণ করেন। | O presidente mexicano Felipe Calderón afirmou que 2010 foi o ano mais violento [en] desde que ele se tornou Chefe de Estado em 2006. |
14 | মেক্সিকোর নাগরিকরা আশা করছে যে ২০১১ সাল ভিন্ন কিছু বয়ে আনবে। | Os mexicanos esperam que 2011 traga resultados diferentes. |