Sentence alignment for gv-ben-20120424-25556.xml (html) - gv-por-20120422-29942.xml (html)

#benpor
1বাহরাইনঃ একজন-নারীর প্রতিবাদ !Bahrein: Protesto Solitário de Uma Mulher!
2আমাদের এ পোস্টটি বাহরাইন প্রতিবাদ ২০১১- সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশEste post faz parte de nossa cobertura especial sobre as Protestos no Bahrein em 2011.
3আরব বিশ্বের গণজাগরণের সময় বিভিন্ন চত্বর, ও সড়কগুলোতে হাজারও বিক্ষোভকারীর ছবি দেখে আমরা অভ্যস্ত।Desde os início dos levantes no mundo árabe, nos acostumamos a ver as imagens de milhares de manifestantes ocupando ruas e praças.
4দশ লক্ষ লোকের পদযাত্রা- প্রবাদটি ইতোমধ্যেই অভিধানে যুক্ত হয়েছে, নিচের এ দৃশ্যপট “ আরব বসন্তের” প্রতীকে পরিগণিত হয়েছে।Frases como a Marcha do Milhão foram adicionadas a dicionários, e cenas como a retratada abaixo tornaram-se emblemáticas da “Primavera Árabe”.
5তাহরির চত্বর, মিশরে গণর‍্যালি, ছবি- নামীর গালাল (২৫/১১/২০১১)স্বত্ব ডেমটিক্স।Mobilização na Praça Tahrir, Cairo. Foto de Nameer Galal (25/11/2011).
6যদিও সেখানে ছোট্ট প্রতিবাদে অংশ নিতে এ বাড়তি সাহসের প্রয়োজন হয়, যেখানে অল্প সংখ্যক জনগণ একে অপরের বিরোধিতা করছে এবং সম্ভাব্য পতনের বিষয়ে খুব কম সংখ্যক প্রচার মাধ্যমই রিপোর্ট করেছে।Copyright Demotix. No entanto, exige mais coragem fazer parte de manifestações menores, nas quais aparece um número menor de pessoas que possam defender umas às outras e um número menor de meios de comunicação para relatar sobre possíveis repressões.
7তারপরেও সেখানে একজন বিক্ষোভকারী নিচের ছবির মত অবস্থান ধর্মঘট পালন করে কি করলেন?Sendo assim, o que dizer de uma única manifestante realizando um protesto pacífico por conta própria, como a que vemos nesta imagem?
8মানামা, বাহরাইনের অর্থনৈতিক পোতাশ্রয়ের বাইরে জয়নব আলখাজা (২১/৪/২০১২) ছবি- টুইটার ব্যবহারকারী @কারিমাসাইদZainab Alkhawaja do lado de fora do Financial Harbor de Manama, Bahrein (21/4/2012). Imagem do usuário do Twitter @Kareemasaeed.
9বাহরাইনের রাজধানী মানামা অর্থনৈতিক পোতাশ্রয়ের বাইরে গত ২১ এপ্রিল জয়নব আলখাজাকে উপরের ছবির মত একাই প্রতিবাদ করতে দেখা যায়। তাঁর বাবা আব্দুলহাদি আলখাজা একজন প্রখ্যাত মানবাধিকার কর্মী।Zainab Alkhawaja [en] é vista na imagem acima numa manifestação solitária no dia 21 de abril, do lado de fora do Financial Harbor (Porto das Finanças, em inglês) em Manama, a capital do Bahrein.
10৯ এপ্রিল,২০১১ তারিখে তাঁর বাবাকে গ্রেফতার করা হয় এবং দুই মাস পর অন্যান্য বিরোধী দলীয় নেতাদের সাথে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।Seu pai, Abdulhadi Alkhawaja [en], é um famoso ativista pelos direitos humanos preso desde 9 de abril de 2011 e sentenciado, dois meses depois, juntamente com outros líderes da oposição, à prisão perpétua.
11খারাপ আচরন ও অন্তরীণ আদেশের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য ৮ ফেব্রুয়ারি, ২০১২ তারিখ থেকে তিনি অনশন শুরু করেন।Ele está numa greve de fome desde o dia 8 de fevereiro de 2012 para chamar atenção para sua detenção e maus tratos.
12সম্প্রতি অবস্থার অবনতি হলে বিশ্বজুড়ে নেটিজেনরা তাঁদের গভীর উদ্বেগ প্রকাশ করেন।Recentemente, internautas mundo afora expressaram grande preocupação [en] com o seu estado de deterioração.
13@এংরিএরাবিয়া নামে টুইট করা জয়নবকে গতকাল থেকে অন্তরীণ রাখা হয়েছে।Zainab, que tuíta como @angryarabiya, está na prisão desde ontem, 21 de abril de 2012.
14তাঁর বোন মরিয়ম আলখাজা জানিয়েছেন যে তিনি (জয়নব) প্রকাশ্য আদালতে যেতে অসম্মতি জানিয়েছেন।Sua irmã, Maryam AlKhawaja, relata [en] que ela se recusou a ir ao Ministério Público.
15বলা বাহুল্য যে জয়নব এবারই প্রথমবারের মত গ্রেফতার হন নি, এবং প্রথমবারের মতও তিনি তাঁর মতের পক্ষে একাই দাড়াননি।Vale a pena mencionar que esta não é a primeira vez que Zainab é detida, e nem a primeira vez que ela, sozinha, defendeu sua posição.
16আমি এখনও ভাবি যে এত সাহস তাঁর কি করে হল, আমার ধারণা তিনি তাঁর টুইটার বাইও তে যা লিখেছেন সেটাই হল আমার প্রশ্নের উত্তরঃAinda estou me perguntando como ela pode ter tamanha coragem, mas suponho que nada pode responder melhor minha pergunta do que aquilo que ela escreveu como sua bio no Twitter:
17যখন তুমি শৃঙ্খলিত, জীবন অধিকার ও মর্যাদাবিহীন, অপরাধী স্বৈরশাসকের কাছে মাথা যখন অবনত, তখন তোমার প্রথম পদক্ষেপ হল ভয় ভুলে গিয়ে তোমার অধিকারকে অনুভব কর… দ্রোহে জেগে ওঠোQuando estamos acorrentados, vivendo sem dignidade ou direitos, curvando-se a ditadores criminosos, o primeiro passo tem que ser o de esquecer nosso medo e perceber que é nosso direito…ficar com raiva
18আমাদের এ পোস্টটি বাহরাইন প্রতিবাদ ২০১১- সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশEste post faz parte de nossa cobertura especial sobre as Protestos no Bahrein em 2011.