Sentence alignment for gv-ben-20100511-10689.xml (html) - gv-por-20100516-7923.xml (html)

#benpor
1ব্রেকিং বর্ডার্স পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণাSummit 2010: Conheça os vencedores do Breaking Borders Award
2ইন্টারনেটে মুক্ত মত প্রকাশের জন্য যারা কাজ করছেন তাদের সম্মান জানানোর জন্য, গুগল আর গ্লোবাল ভয়েসেস ঘোষণা করেছে ব্রেকিং বর্ডার্স পুরস্কারের প্রথম বিজয়ীদের নাম।Para homenagear aqueles que trabalham para promover a liberdade de expressão na Internet, o Google e o Global Voices anunciaram os vencedores do primeiro Breaking Borders Award [Prêmio Quebrando Barreiras].
3থমসন রয়টার্স দ্বারা সমর্থিত এই পুরষ্কার ব্যক্তি বা দলগত প্রচেষ্টার সেই সব ওয়েব প্রকল্পকে সমর্থন করে যারা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে প্রকাশের স্বাধীনতা তুলে ধরার ক্ষেত্রে সাহস, শক্তি আর সম্পদের ব্যবহার দেখায়।O prêmio, também patrocinado pela Thomson Reuters, reconheceu os melhores projetos de web feito por indivíduos ou grupos que demonstraram coragem, energia e criatividade no uso da internet para promover liberdade de expressão.
4এই পুরস্কার, যার প্রত্যেকটির মূল্য ১০,০০০ মার্কিন ডলার, তিনটি বিভাগের কাজের সম্মান করে: অ্যাডভোকেসি, প্রযুক্তি আর নীতি।O prêmio, dividido em três categorias: direitos humanos, tecnologia e política, concedeu uma bolsa no valor de USD $10,00o ao vencedor de cada uma delas.
5ফিলিপাইন্সের মালু মাঙ্গাহাস, উগান্ডার আর্চবিশপ জন ব্যাপ্টিস্ট ওডামা আর জিম্বাবুয়ের ব্রেন্ডা বারেল ব্রেকিং বর্ডারস পুরস্কার গ্রহণ করেন তাদের সংস্থার পক্ষ থেকে।
6গুগল, গ্লোবাল ভয়েসেস, থমসন রয়টার্স আর আমাদের পুরস্কারের জুরির পক্ষ থেকে আমরা বিজয়ীদের শুভেচ্ছা জানাতে চাই নাগরিকদের সুবিধার্থে তাদের চেষ্টা, ও সৃষ্টিশীলতার স্বীকৃতি জানানো এই পুরস্কারের জন্য।Malou Mangahas das Filipinas, Arcebispo John Baptist Odama de Uganda e Brenda Burrell do Zimbabwe aceitaram o prêmio em nome de suas organizações Através do Google e Global Voices, da Thomson Reuters e nosso jurados, gostaríamos de parabenizar os vencedores pelas suas iniciativas, criatividade e conquistas para o benefício de cidadãos.
7বিজয়ীরা হলেন:Os vencedores são:
8প্রযুক্তি বিভাগে:Em Tecnologia:
9বস্কো-উগান্ডা:Bosco - Uganda
10২০০৭ সালের এপ্রিলে বস্কো শুরু হয় সৌর শক্তি চালিত, দীর্ঘ রেঞ্জের ওয়ারলেস কম্পিউটার নেটওয়ার্ক হিসাবে। এটি উত্তর উগান্ডার গুলু আর আমুরু জেলায় ভূতপূর্ব অভ্যন্তরীণ স্থানচ্যুত ব্যক্তিদের ক্যাম্পকে কাভার করে।Em abril de 2007, o projeto BOSCO foi lançado na intenção de levar através da energia solar, redes de computadores wireless para cobrir locais que faziam parte dos acampamentos do “Internally Displaced Persons” (IDP) [Pessoas Internamente Deslocadas] de Gulu e Amuru, no norte de Uganda.
11স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, আর ধর্মযাজকের অফিসে স্বল্প মূল্যের পিসি আর ভিওআইপি স্থাপন করা হয়, ইন্টারনেট, ফোন আর ইন্ট্রানেট যোগাযোগ গহীন এলাকায় আনা সম্ভব করে।Computadores com baixo consumo de energia e telefones Voip foram instalados nas escolas, centros de saúde e paróquias, levando internet, telefone e conectividade para áreas remotas.
12বস্কোর দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে সৃজনশীল তথ্য প্রদান আর যোগাযোগ প্রযুক্তির সমাধান দেয়া এবং সামাজিক আর অর্থনৈতিক উন্নয়ন ও উগান্ডার গ্রাম্য এলাকায় শান্তি রক্ষায় ভূমিকা রাখার জন্য একটা সম্মিলিত ওয়েব নির্ভর কার্যক্রমের মাধ্যমে।
13বর্তমানে বস্কো জোর দিচ্ছে ওয়েব ২. ০ প্রশিক্ষন, অনলাইন ডিজিটাল এথনোগ্রাফি আর সম্মিলিত অনলাইন যোগাযোগের মাধ্যম ইন্টারনেট সাইটের মধ্যে উন্নয়ন ও সাহায্যের উপরে।A longo prazo, BOSCO pretende levar informações inovadoras e soluções de tecnologia da comunicação (ICT) para promover desenvolvimento social e econômico, e reforçar a paz nas comunidades rurais do norte de Uganda usando uma abordagem colaborativa através da web.
14বস্কো বর্তমানে ইনভিনিও, হরিজন্ট ৩০০০, ওয়ার চাইল্ড হল্যান্ড, দ্যা গুলু আর্কডিওসিজ আর ইউনিসেফের সাথে কাজ করছে।Atualmente BOSCO está trabalhando em parceria com Inveneo, Horizont3000, War Child Holland, Arquedicese de Gulu e UNICEF.
15নীতি বিভাগে:Em Política:
16তদন্তমূলক সাংবাদিকতার ক্ষেত্রেThe Philippines Center for Investigative Journalism
17পিসিআইজে একটি স্বাধীন, অলাভজনক মিডিয়া এজেন্সি যা নয়জন ফিলিপিনো সাংবাদিক দ্বারা ১৯৮৯ সালে স্থাপিত হয়। তাদের ছিল ভাগে নেয়া অফিসের স্থান, পুরানো ডস নির্ভর কম্পিউটার, পুরানো বৈদ্যুতিক টাইপরাইটার, আর মিতব্যয়ী দোকান থেকে কেনা আসবাব - এবং ইত্যাদি দিয়ে তারা সুশাসন, বাক প্রকাশের স্বাধীনতা আর মানুষের জানার অধিকারের প্রতিষ্ঠা ও তদন্তমূলক রিপোর্টিং এর প্রসারের চেষ্টা করে যাচ্ছে।A agência jornalística independente e sem fins lucrativos PCIJ foi fundada por nove jornalistas filipinos em 1989 - com um espaço emprestado em um escritório, um computador DOS, uma máquina de escrever de segunda mão e móveis comprados no mercado das pulgas - para promover reportagens investigativas de valor para o desenvolvimento de uma boa governabilidade, pela liberdade de expressão e pelo direito dos cidadãos de ter este tipo de informação.
18গত ২০ বছরে পিসিআইজে প্রকাশ করেছে ৫০০টি তদন্তমূলক রিপোর্ট, সাংবাদিকতা আর শাসনের উপরে ২ ডজন বই, পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আর কয়েক ডজন ভিডিও তথ্যচিত্র।Em 20 anos, a PCIJ produziu 500 reportagens investigativas, duas dúzias de livros sobre jornalismo e governabilidade, cinco longa-metragens e dúzias de documentários.
19এটা সাংবাদিকদের জন্য ফিলিপাইন্স আর অন্যত্র একশ প্রশিক্ষন সেমিনার করেছে আর ১২০টির বেশী জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার জিতেছে।Conduziram centenas de seminários de treinamento jornalístico nas Filipinas e no Sudeste da Ásia, e ganhou mais de 120 prêmios nacionais e internacionais.
20পিসিআইজের একটা মাল্টিমিডিয়া ওয়েবসাইট আছে www.pcij.org নামে, একটি প্রাতিষ্ঠানিক ব্লগ www.pcij.org/blog নামে, i-site.ph (আই-সাইট. পিএইচ) নামে রাজনীতি আর শাসনের উপরে একটি ডাটাবেজ সাইট আর টুইটার আর ইউটিউবে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট।O PCIJ mantem um site multimídia, www.pcij.org; um blog institucional, www.pcij.org/blog; um banco de dados de sites sobre política e governabilidade, i-site.ph; e constas institucionais no Twitter e Youtube.
21এডভোকেসি বিভাগে: কুবাতানা.Em Direitos Humanos:
22নেট জিম্বাবুয়ের কর্মীদের জন্য অনলাইন কমিউনিটি কুবাতানা ইন্টারনেট, ইমেইল, এসএমএস, ব্লগ আর ছাপানো মিডিয়া ব্যবহার করে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছোবার জন্য।Kubatana.net Kubatana, uma comunidade online de ativistas do Zimbábue, usa a internet, email, SMS, blogs e material impresso para disseminar informação para o público geral.
23তাদের আছে অনলাইন গ্রন্থাগার যেখানে ১৬০০০ এর বেশী মানবাধিকার আর সিভিক রিপোর্ট রয়েছে এছাড়া আছে একটা ডাইরেক্টরি যেখানে ২৪০টিরও বেশী এনজিওর নাম আছে যা কুবাতানাকে জিম্বাবুয়ের উপরে তথ্যের মূল্যবান সুত্রে পরিণত করে। আর এটাই সব না!Um biblioteca online com mais de 16000 relatórios sobre direitos humanos e um diretório com uma lista de mais de 240 ONGs, fazem do Kubatana uma fonte valiosa de informação no Zimbábue, e não é só isso!
24কুবাতানা স্বাধীনতা ফোন তৈরি করেছে। এটি নতুন ধরনের একটি টেলিফোন সফটওয়ার, যা মোবাইল ফোন দিয়ে এটার সাথে অডিও ভয়েস মেনুর আর এসএমএস এর মিশ্রণ ঘটায়, নাগরিকদের সুবিধার জন্য।Kubatana desenvolveu o “Freedon Fone” [Telefone Livre], um programa (software) inovador de telefonia que casa o telefone celular com menus em áudio e SMS para o benefício dos cidadãos.
25গুগল আর গ্লোবাল ভয়েসেস বিজয়ীদের নাম ঘোষণা করে মে মাসের ৬-৭ তারিখে চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত গ্লোবাল ভয়েসেস শীর্ষ সম্মেলনের সময়ে।O Google e o Global Voices anunciaram os vencedores na ceremônia de premiação durante o Global Voices Summit em Santiago, Chile, entre os dias 6 e 7 de maio.
26এই শীর্ষ সম্মেলন সম্পর্কে তথ্য পাওয়া যাবে http://summit2010.globalvoicesonline.org/ এই সাইটে এবং ব্রেকিং বর্ডার পুরষ্কার সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে http://breakingborders.net/ সাইটে।Mais informações sobre o Summit podem ser encontradas no site: http://summit2010.globalvoicesonline.org/. Mais informações sobre o Breaking Borders award podem ser encontradas no link: http://breakingborders.net/.
27এই অনুষ্ঠান আর সম্মিলনের লাইভস্ট্রিম বা উস্ট্রিম পাওয়া যাবে http://summit2010.globalvoicesonline.org/program/video/ এই সাইটে।A cerimônia e o Summit estarão disponíveis em Livestream ou Ustream: http://summit2010.globalvoicesonline.org/program/video/.
28আমরা অনুষ্ঠানের লাইভ ব্লগ করবো http://summit2010.globalvoicesonline.org/program/liveblog/ সাইটে।A cobertura ao vivo do Summit pode ser vista no blog: http://summit2010.globalvoicesonline.org/program/liveblog/.
29আপনারা সম্মেলনের টুইট ফিড দেখতে পারেন @ জিভিসামিট২০১০, হ্যাশট্যাগ #জিভি২০১০ এ।Siga também o Twitter do Summit @gvsummit2010 ou a hashtag #GV2010.