Sentence alignment for gv-ben-20090214-1609.xml (html) - gv-por-20090207-1556.xml (html)

#benpor
1মাদাগাস্কার: প্রেসিডেন্টের রাজপ্রাসাদে মিছিল করে যাওয়ার পথে ২৫ জন নিহতMadagáscar: Mais de 25 mortos em marcha ao Palácio Presidencial
2মাদাগাস্কারের ক্ষমতার লড়াই নিয়ে আমাদের বিশেষ কাভারেজ দেখুনVeja a nossa página de cobertura especial sobre a crise política em Madagáscar [alguns artigos foram traduzidos para o português].
3আজকে (৭ই ফেব্রুয়ারী, ২০০৯) মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোতে প্রেসিডেন্টের রাজপ্রাসাদের দিকে মিছিল করে যাওয়ার সময়ে অন্তত ২৫ জন গুলিতে নিহত হয়েছে। এই মিছিলের আয়োজন করেছিল শহরের মেয়র আন্দ্রি রোজিওলিনা যিনি একটি রাজনৈতিক র‌্যালিতে নিজেকে নতুন ক্ষমতাসীন সরকারের প্রধান হিসাবে ঘোষণা দেন।Pelo menos 25 pessoas [en] foram mortas a tiros na capital de Madagáscar, Antananarivo, durante uma marcha ao palácio presidencial conclamada pelo prefeito da cidade, Andry Rajoelina, após ter se proclamado líder do governo de transição durante um comício político.
4গত কয়েক সপ্তাহে, মেয়র আর প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানার মধ্যকার ক্ষমতার লড়াই সংঘর্ষ আর লুটপাটের সুত্রপাত ঘটিয়েছে।Nas últimas semanas, uma disputa pelo poder entre o prefeito e o presidente do país, Marc Ravalomanana, levou o país à violência e saques.
5স্থানীয় সময় বিকেলে শহরতলী আন্তানানারিভোতে রাজনৈতিক এই জমায়েত হয়।O ato público aconteceu no centro de Antananarivopor volta do meio-dia, em horário local.
6রাজিওলিনা অন্তরবর্তী সরকার গঠনের ঘোষণা দেন, নিজে তার নেতা হয়ে, এই বাস্তবতা সত্ত্বেও যে বর্তমান সরকার এখনো ক্ষমতায় আছে।Rajoelina anunciou a criação de um novo governo de transição cujo líder seria ele mesmo, apesar do governo atual ainda estar em vigor.
7তিনি তার সমর্থকদের আহবান করেন আম্বোহিতসোরোহিত্রাতে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল করে যেতে।Ele pediu que seus militantes marchassem até o palácio presidencial em Ambohitsorohitra.
8প্রাসাদে যখন বিশাল জনসমষ্টি উপস্থিত হয়, তখন স্থানীয় সময় ১৪. ৪৬ এ তাদের একটি প্রতিনিধি দল প্রাসাদে প্রবেশ করে।Quando a multidão chegou ao palácio, uma delegação adentrou por volta das 14h46, em horário local.
9তখনি গুলি চালানো হয়।Foi nesse momento que os disparos começaram.
10স্থানীয় টুইটারস্ফিয়ার আর অন্যান্য ব্লগাররা জানিয়েছেন:A tuitosfera local e os blogueiros relataram o ocorrido:
11প্রাথমিক খবরে ডজন ডজন মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।Os relatos preliminares deram conta de dezenas de corpos estendidos nas ruas.
12মৃতদের মধ্যে আরটিএ টিভি স্টেশনের এক ক্যামেরাম্যানের থাকার কথা (সরকারীভাবে নিশ্চিতকরন বাকি)।Dentre as vítimas, estaria um câmera do canal de TV RTA (ainda não há confirmação oficial).
13স্থানীয় সময় ১৫:৪০ পর্যন্ত, গুলি চালানো হচ্ছিল।Às 15h40 em horário local, ainda havia tiros.
14রাজিওলিনি এই সমস্যার সময় গঠিত দুই দল দ্বারা সমর্থিত সশস্ত্র এম্মোনাত বাহিনীকে অনুরোধ করেছেন তারা যেন হস্তক্ষেপ করে আর জনগনকে রক্ষা করে।Rajoelina pediu ao EMMONAT, uma força militar armada aceita pelos dois partidos e que foi criada durante a crise, que interviesse e protegesse a multidão.
15(রয়টার্স, আল জাজিরা) এর সংবাদ শিরোনাম জানিয়েছে ২৫টা মৃত্যুর খবর যাদের ছবি জাতীয় টিভিতে আসছে।Releases de notícias (Reuters, Al Jazeera) relatam pelo menos 25 mortes de acordo com imagens sendo divulgadas pela TV Nacional.
16বিবিসি আর এএফপি এ পর্যন্ত ৫টা মৃত্যুর কথা জানিয়েছে।A BBC e a AFP apenas noticiaram 5 mortes até agora.
17ফ্রেঞ্চে লাইভ অনলাইন রিপোর্ট এখানে পাওয়া যাবে।Reportagens online ao vivo podem ser encontrados em francês aqui.
18এটা “#মাদাগাস্কার” (#madagascar) এর জন্য টুইটারে লাইভ সার্চের উইজেট, যে ট্যাগ মানুষ বিগত কয়েক সপ্তাহ ধরে ব্যবহার করছে রাজনৈতিক টেনশন আর মাঝেমাঝে সংঘর্ষের খবর প্রচারে।Abaixo está a busca ao vivo no Twitter para #madagascar que é a tag usada durante as duas últimas semanas de tensão política e, ocasionalmente, violência em Madagáscar.