Sentence alignment for gv-ben-20110614-18013.xml (html) - gv-por-20110504-20041.xml (html)

#benpor
1ভারত: ভিডিও প্রদর্শনীর পর সমকামী সম্প্রদায়ের প্রতি সমর্থনÍndia: Demonstração de apoio à comunidade gay
2ভারতের রায়পুরে পরিবর্তনের জন্য নাগরিক ভিডিওর ক্ষমতা প্রমাণিত হয়েছে।O poder dos vídeos-cidadãos de promover mudança tem sido comprovado em Raipur, Índia.
3সমকামী সম্প্রদায় যে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন এবং তাঁদের প্রতি যে বৈষম্য করা হয় তা ভিডিওচিত্রের মাধ্যমে প্রদর্শনের পর বিভিন্ন শ্রেনী-পেশা থেকে আসা দর্শকরা সমস্যার সম্যক উপলব্ধি করেন এবং সমকামীদের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন।A projeção de um vídeo que mostra as dificuldade enfrentadas pela comunidade gay permitiu aos membros da audiência, de origens diversas, relatar a discriminação e demonstrar seu apoio por meio de uma manifestação pacífica.
4ইন্ডিয়া আনহার্ড লোগোLogomarca da India Unheard
5ভিডিও ভলান্টিয়ার এবং ইন্ডিয়া আনহার্ড -এর নাগরিক সাংবাদিক শরত নাকভী নির্মিত ছত্তিশগড়ের সমকামীদের অস্তিত্ব অনুসন্ধানের এ ভিডিওটি রায়পুরে প্রদর্শিত হয়।O jornalista cidadão da Video Volunteer e India Unheard [En para todos os links] Sarwat Naqvi projetou em Raipur seu vídeo sobre a procura por identidade na comunidade gay de Chhattisgarh.
6এ ভিডিওতে সমকামী ও হিজড়াদের প্রতি বৈষম্য, যৌন নিপীড়ন এবং অস্তিত্বের সংকটের মত কিছু সমস্যাকে তুলে ধরা হয়েছে।O vídeo revelou como a discriminação, o abuso sexual e a ausência de identidade são apenas alguns dos problemas enfrentados por homossexuais e eunucos, que alguns consideram o “terceiro gênero da Índia“.
7সমকামী ও হিজড়াদের ভারতের ‘তৃতীয় লিঙ্গ' হিসেবে বিবেচনা করা হয়। শরত স্থানীয় মহিলা ইউনিয়ন সমতা মায়লা মণ্ডলের সহায়তায় ভিডিও প্রদর্শনের ব্যবস্থা করেন।Sarwat organizou a exibição com o sindicato local de mulheres Samata Mayla Mandal, e um total de 45 pessoas apareceram, incluindo homossexuais, transgêneros e pessoas da comunidade que apenas desejavam estar informadas sobre o tema.
8সমকামী ও হিজড়া সহ প্রায় ৪৫ জন দর্শক উপস্থিত ছিলেন এর মধ্যে স্থানীয় দর্শক ছিলেন যারা বিষয়টি সম্পর্কে জানতে আগ্রহী।Os resultados foram positivos: membros da comunidade aprenderam sobre assuntos que afetam esta população tradicionalmente invisível e foram mobilizados para agir.
9ফলাফল ছিল ইতিবাচক: সমাজের লোকেরা ঐতিহ্যগতভাবে এ অদৃশ্যমান দলের (সমকামী ও হিজড়া) বিভিন্ন বিষয় যা তাঁদের উপর ক্ষতিকর প্রভাব ফেলে সে সম্পর্কে জানতে পারে এবং তাঁদের পক্ষে কাজ করতে উৎসাহিত হয় এবং যে সব সমকামী এ ভিডিওটির দর্শক ছিল তাঁরা তাঁদের অধিকার সম্পর্কে মত প্রকাশে সমগ্র সমাজে কাজ করতে আরও বেশি সচেষ্ট হয় ।
10ইন্ডিয়া আনহার্ড হল কমিউনিটি সংবাদ সার্ভিস। এখানে ভিডিও ভলান্টিয়ার দ্বারা কমিউনিটি সংবাদদাতা নেটওয়ার্ক গড়ে তোলা হয়।Homossexuais que assistiram ao vídeo foram empoderados para se tornar parte dos esforços de defesa dos seus direitos e trabalhar por uma comunidade mais inclusiva.
11ভিডিও ভলান্টিয়ারগণকে তাঁদের নিজের কমিউনিটির সে সব কথা বলার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয় যা সাধারণতঃ অন্য প্রচার মাধ্যমে বলা হয় না।IndiaUnheard é uma comunidade de serviços de notícias conduzida por vídeo-voluntários, que treina uma rede de correspondentes para contar as histórias sobre suas próprias comunidades, não divulgadas usualmente em outras mídias.
12ইন্ডিয়া আনহার্ডের কমিউনিটি প্রতিনিধি, ছবি ফ্লিকার ব্যবহারকারী ভিডিও ভলান্টিয়ারস (ভিভি) (সিসি- এস এ ২. ০)।Correspondente comunitário para a India Unheard. Imagem cedida pelo usuário de Flickr Video Volunteers(VV) (CC BY-SA 2.0).