Sentence alignment for gv-ben-20090921-6329.xml (html) - gv-por-20090916-4377.xml (html)

#benpor
1জাপান: এইচআইভি ও এইডস এর বিস্তারে উদ্বিগ্নতাJapão: Preocupações sobre a propagação do HIV/AIDS
2ছবি ফ্লিকার আইডি: এলেফনট এর সৌজন্যেPor alephnaught no Flickr.
3জাপানে এইচআইভি ও এইডসের বিস্তারের ব্যাপারে এক সতর্ক পরিসংখ্যান রয়েছে।Há algumas estatísticas alarmantes sobre a propagação do HIV/AIDS [en] no Japão.
4ইউএনএইডসের রিপোর্টে জানা যাচ্ছে, যেখানে উন্নত বিশ্বে এই রোগে আক্রান্তদের পরিমাণ কমে আসছে, সেখানে জাপান একমাত্র দেশে যেখানে এইচআইভি পজিটিভ ও এইডস আক্রান্ত লোকের সংখ্যা বাড়ছে [জাপানী ভাষায়]।Enquanto no resto do mundo desenvolvido os casos de infecção diminuem de acordo com a UNAIDS [en], o Japão parece ser o único país [ja] em que o número de soropositivos e indivíduos infectados com AIDS continua aumentando.
5এইডসের ধারা অনুসরণ করা কমিটির সূত্র অনুসারে, ২০০৮ সালে সবচেয়ে বেশি সংখ্যক নতুন এইডস রোগী চিহ্নিত করা হয়েছে: ৪৩২ জনকে এইডস রোগাক্রান্ত এবং ১১১৩ জনকে এইচআইভি পজিটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছে।De acordo com o AIDS Trend Committee [Comitê de Tendências sobre a AIDS], 2008 foi o ano com o maior número de casos registrados: 432 pessoas foram diagnosticadas com AIDS e 1113 como soropositivas.
6২০০৯ সালের পরিসংখ্যান এখনো নিশ্চিত করা হয় নি: এ বছরের জুন পর্যন্ত পরীক্ষা করে ২৪৯ জন ব্যক্তির দেহে এইচআইভি+ এবং ১২৪ জন এইডস রোগী পাওয়া গেছে।Até agora as estatísticas para 2009 [ja] não são tranquilizantes: para o mês de junho, 249 pessoas foram diagnosticadas soropositivas e 124 com AIDS.
7এই রোগে আক্রান্তদের বেশীর ভাগই পুরুষ। তারা সমকামী এবং তাদের বেশীর ভাগের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।Os pacientes são na maioria homens, homossexuais e com idade em torno de 20 e 30 anos.
8বেশীর ভাগ সময় এই রোগে আক্রান্ত হবার ঘটনা ঘটে সঠিক তথ্যের অভাবে। এই সমস্যার ব্যাপারে সচেতনতা বাড়াতে প্রচারণা দরকার, বিশেষ করে পুরুষ সমকামী সম্প্রদায়ের মধ্যে।Dentre as causas, frequentemente é citada a falta de informação e a necessidade de campanhas para sensibilizar as pessoas sobre o problema, especialmente na comunidade gay.
9যখন ডাব্লিউএডিএস [জাপানী ভাষায়], জেএফএপি [জাপানী ভাষায়] এর মতো সংগঠন এই বিষয়ে জন সচেতনতা বাড়ানো জন্য কাজ করে যাচ্ছে, বিশেষ করে তরুণ এবং প্রাপ্ত বয়স্ক তরুণদের মধ্যে, সেখানে যত দুর দেখা যাচ্ছে সরকারের নীতি তেমন একটা কার্যকর বলে মনে হচ্ছে না।Enquanto organizações como a WADS [ja], JFAP [ja], dentre outras, buscam ampliar a sensibilidade do público sobre a causa entre jovens e jovens adultos, as políticas governamentais não se provaram efetivas até o momento.
10সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া সাধারণ নির্বাচন এবং নতুন নির্বাচিত দল ডিপিজের ক্ষেত্রে এক আশা রয়েছে যে তারা এইচআইভি/এইডস নীতি আরো গুরুত্বের সাথে বিবেচনা করবে, যদিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কোন দলই তাদের প্রচারপত্রে এই বিষয়ে কোন কিছু উল্লেখ করেনি।Com as recentes eleições gerais e o novo governante do Partido Democrático, há esperança de que as políticas que envolvem questões sobre HIV/AIDS serão consideradas com mais seriedade, embora nenhum dos partidos tenha destinado atenção ao problema em seus manifestos.
11এইডস এন্ড সোসাইটি এসোসিয়েশন ব্লগে নামহীন এক ব্যক্তি এই বিষয়ের উপর মনোযোগ প্রদান করে এক মন্তব্য করেছে।Um comentário anônimo no blog da AIDS & Society Association [jp] evidencia este ponto:
12নির্বাচনী বির্তক থেকে এইডস পরিমাপকের মতো বিষয় হারিয়ে গেছে.As medidas contra a AIDS desapareceram do debate eleitoral.
13হুমম, কাজেই এটাই কি জাপানী সরকারের ইচ্ছে, আমি বিস্মিত?Hmm, então imagino que essa será a intenção do governo japonês?
14বিশ্বের সব খানে এইডস নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে যে বিষয়ের উপর গুরুত্ব প্রদান করা হয়, তা হল এ ব্যাপারে “সরকারের নেতৃত্ব”। কিন্তু যদিও জাপানে প্রত্যেক সরকার ঘোষণা অথবা বিবৃতি দিচ্ছে যে, জাপানী সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে, তার আভ্যন্তরীণ নীতির বিষয়ে, তবে তার সামান্যই পালন করা হয়েছে!Em todos os lugares do mundo conferências internacionais sobre a AIDS acontecem, e o que é enfatizado é a necessidade de “liderança do governo”, mas, embora todos anúncios ou declarações oficiais pelo governo japonês seguiram essa linha, quando se trata de política interna, pouco é feito!
15এটি কি ঠিক হচ্ছে?Isso está certo?
16না, এটা সঠিক কাজ নয় এবং যখন আমি এই সমস্ত প্রশ্ন উত্তরের অপেক্ষা না করেই করি এবং এই সকল বিষয় সম্বন্ধে চিন্তা করি, পাগল হয়ে যাই। এরপর আমি শান্ত হই এবং বলি যে, জাপানে এইচআইভি পজিটিভ নেটওয়ার্ক জেএএনপি+, এইডস এন্ড সোসাইটি এসোসিয়েশন এবং চারটি এনপিওস নেটওয়ার্ক এইডস বিষয়ে কাজ করছে।Não, é claro que não; e enquanto eu me faço perguntas retóricas e me revolto com tudo isso, fico calmo e posso dizer que as organizações japonesas para soropositivos Network JaNP+, AIDS&Society Association e uma rede de mais quatro NPOs (organização sem fins lucrativos) que trabalham com a questão da AIDS no país questionaram oficialmente cada partido a respeito de suas políticas voltadas à AIDS.
17দেশটির প্রত্যেকটি রাজনৈতিক দলকে সরাসরি তাদের এইডস নীতি সম্বন্ধে কোন প্রশ্ন করা হয়েছে কি।(Nota) As respostas de cada partido político foram publicadas [ja, pdf] no site oficial da JaNP+.
18(নোট) এই প্রশ্নে বিভিন্ন দলের উত্তর প্রকাশ করা হয়েছে [জাপান, পিডিএফ], জেএএনপি+ এর নিজস্ব ওয়েব সাইটে।
19অর্থনীতিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হওয়া সত্ত্বেও দেশটির এক বৈপরীত্য রয়েছে, এইডস মোকাবিলায় সে অনেক নিচের সারিতে পড়ে রয়েছে, এখানে জগৎের অন্য অংশ যারা এইচআইভি পজিটিভ এবং এইডস রোগাক্রান্ত লোকজন, তাদের প্রতিদিনের অনুভূতি, উদ্বিগ্ন অবস্থা এবং তাদের প্রতিদিনের সুখ অথবা বেদনাদায়ক মুহূর্ত অনলাইন ডাইরীতে প্রকাশ করা হচ্ছে।Apesar da contradição em que se encontra o país com a segunda maior economia do mundo na repescagem da luta contra a AIDS, aqui, como em outras as partes do mundo, soropositivos e pessoas com AIDS aprenderam a expressar seus sentimentos, ansiedades, bem como os momentos tristes ou felizes de seu cotidiano, em diários online.
20যেমন উদাহরণ হিসেবে বলা যায়, যখন রাইয়ুটাকে বলা হয় যে, সে এইচআইভি পজেটিভ, তখন সে এর বিরুদ্ধে লড়ার জন্য কয়েক ঘণ্টা পরেই তার ব্লগ লিখতে শুরু করে।Ryuta, por exemplo, começou seu blog algumas horas após ser informado que era HIV positivo, como uma forma de lutar contra a questão, ele diz.
21এই পোস্টে সে স্মরণ করেছে সেই সময়কার কথা, যখন সে তার এইচআইভি সংক্রমণ সম্বন্ধে প্রথম জানতে পারে।Neste post, ele relembra o momento em que ele descobriu que estava infectado:
22গত শনিবার আমি আমার বাসার কাছে এক এইচআইভি পরীক্ষা কেন্দ্রে আমার এইচআইভি পরীক্ষা করলাম।No último sábado eu fiz o teste de HIV em um local próximo de casa.
23আজকে আমি এক কামরায় শুয়ে আছি, সেখানে আমার সামনে এক ডাক্তার দাঁড়িয়ে রয়েছে এবং সে আমাকে বলল যে, আমি এক এইচআইভি পজিটিভ ব্যক্তি।Hoje, eu fui levado a uma sala, onde o médico parado em minha frente me disse que eu era HIV positivo.
24“আপনার নম্বরটি পরীক্ষা করে দেখি”, ঠিক আছে?“Vamos checar seu número juntos, ok?
25২৯৫৬৫৭। এটাই তো আপনার, তাই না?295657. É seu número, certo??”
26“হ্যাঁ, ২৯৫৬৫৭, এটাই” “এই কাগজটির দিকে তাকান, এখানে যে সংখ্যা দেখাচ্ছে সেটি দিয়ে এইচআইভি ভাইরাসের পরিমাণ বোঝায়।
27সাধারণত এটি ১.“Sim, 295657.
28০ অবস্থানে থাকে, কিন্তু আপনার ক্ষেত্রে তা ১০৫.
29০০ এসে ঠেকেছে।Correto” “Veja aqui.
30“আমি দেখতে পাচ্ছি”। এটাই আপনার পরীক্ষার ফলাফল।Esse valor representa a quantidade de virus.
31এর মানে আপনি একজন এইচআইভি পজিটিভ ব্যক্তি” এটা শোনার পর, আমি সেই কাগজটি আবার পরীক্ষা করে দেখলাম। এটা সত্যি, আমি স্বাভাবিক সংখ্যাটি দেখতে পাচ্ছি <১.Normalmente é abaixo de 1.0, mas em seu caso é 105.00” “Compreendo” “Esse é o resultado do teste.
32০, এবং এর পরের সংখ্যাটি হচ্ছে ১০৫.Significa que você é soropositivo.”
33০০ এমনকি আমি অনেক বার সেটার দিকে তাকালাম, ডান থেকে বামে এবং বাম থেকে ডানে, সংখ্যাটি একই থাকছে।Ao ouvir aquilo, eu chequei o papel mais uma vez.
34যতবারই আমি ছাপানো অক্ষরের দিকে তাকালাম, এটার কোন পরিবর্তন ঘটল না। “তার মানে এই… আমি বুঝতে পারলাম” […]É verdade, pude ver o valor <1.0 e, próximo a ele o número 105.00.
35এখন ঠিক পরের কক্ষটিতে, একজন সেবিকা আমাকে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করবে, এখন থেকে আমাকে কি করতে হবে, সেবিকা-আপনার কি আমাকে জিজ্ঞেস করার মতো অন্য কোন প্রশ্ন রয়েছে।Mesmo após olhar para o resultado várias vezes, da direita pra esquerda, da esquerda para direita, o número permanece o mesmo.
36“না, ঠিক আছে” “এটা একটা চিঠি, এতে আপনার কথা জানানো হয়েছে, দয়া করা এটি ভবিষ্যৎে যে হাসপাতালের ডাক্তার আপনার যত্ন নেবে তাকে দেবেন”।Por mais que eu olhe para o número impresso, ele não muda. “É isso então… eu entendi.” […]
37“আপনাকে ধন্যবাদ” “এরপর আমি সেবিকাটিকে ডাকলাম” একজন ডাক্তার যার মুখের অভিব্যক্তি প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও বদলালো না।“Agora, na sala ao lado, a enfermeira lhe explicará em detalhes o que você tem de fazer de agora em diante.
38এটাকে আমরা বলি পেশাদারিত্ব….Tem alguma pergunta para mim?”
39আমি জানি না কেন, কিন্তু এই বিচিত্র বিষয়টি আমার মনকে আকর্ষণ করল।“Não, está bem” “Bem, essa é uma carta de introdução.
40আমি দরজা খুললাম এবং সেখানে এক সেবিকা আমার জন্য অপেক্ষা করছিল। তার মুখে এক কমনীয় অভিব্যক্তি ছিল।Por favor apresente ao médico no hospital que cuidará de você futuramente” “Muito obrigado” “Chamarei a enfermeira então.”
41“আপনার ব্যাগটি নিয়ে দয়া করে ভেতরে আসুন”।Um médico cuja expressão nunca mudava, do começo ao fim.
42উজ্জ্বল এবং পরিষ্কার এক কক্ষে আমার এলাম, টেবিলের এক কোণে এইচআইভি সম্বন্ধে তথ্যপুস্তিকা ও এর সাথে সম্পর্কযুক্ত কাগজপত্র স্তূপ করা ছিল।Isso é o que chamamos de profissional… Não sei porque, mas essas tolices chamam minha atenção.
43“দয়া করে বসুন” “জ্বি হ্যাঁ, আপনাকে ধন্যবাদ… আপনি যা বলবেন আমি কি তা টুকে নিতে পারি”?Eu abri a porta e uma enfermeira estava à minha espera; uma expressão suave em seu rosto.
44“নিশ্চয়ই” আমি আমার ব্যাগ থেকে নোটবই বের করলাম এবং তা টেবিলের উপর রাখলাম “দেখছি, আপনি প্রস্তুত হয়েই এসেছেন”?“Traga sua mochila e entre por favor” Em uma sala visivelmente limpa e brilhante, guias sobre HIV e artigos relacionados estavam alinhados no canto da mesa.
45সেবিকাটি বলল।“Sente-se.”
46“কম-বেশি… এক ছদ্ম হাসিতে আমি উত্তর দিলাম।“Sim, obrigado… Posso anotar algumas coisas enquanto te escuto?”
47এরপর আমি তার সাথে আলোচনা করি, ভবিষ্যৎ চিকিৎসার জন্য বাড়ির কাছের এক হাসপাতাল পছন্দ করি।“Com certeza” Tirei um caderno de minha mochila e posicionei sobre a mesa. “Você parece preparado, hein?” disse a enfermeira.
48যেহেতু আমার কোন গাড়ী ছিল না, আমি এমন একটা জায়গা পছন্দ করি, সাধারণ পরিবহণের মাধ্যমে সেখানে যাওয়া যাবে।“Mais ou menos…” Eu respondi com um sorriso vago. Consultei a enfermeira e escolhi o hospital para futuramente.
49যেহেতু এখন থেকে সব সময় সেখানে যেতে হবে সেহেতু যাতায়াতের সুবিধা গুরুত্বপূর্ণ।Já que não possuo carro, escolhi um lugar de fácil acesso por transporte público.
50কাজে আমি জেনে নিলাম কি ভাবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য সাক্ষাৎ করতে হবে এবং ডাক্তারের নাম এবং এ সম্বন্ধে আরো কিছু।Já que eu terei de ir para sempre, a conveniência é importante. Então eu perguntei a forma de se marcar um horário para o exame médico inicial, o nome do médico e algumas coisas mais.
51যখন আমরা এই আলাপ করছিল সে সময় সেবিকাটি অষ্পষ্ট স্বরে বলে উঠল “আপনার কি এই ব্যাপারে কোন অনুভূতি আছে”।Enquanto conversávamos a enfermeira murmurou: “Você tinha algum pressentimento quanto a isso?”
52আমি কিছুক্ষণ পরে উত্তর দিলাম “অনুভূতি?Eu respondi após uma pausa. “Pressentimento?
53… হুম, হ্যাঁ..…Mmm, sim… Eu tinha.
54আমার তা ছিল, আমি মনের করি তা অবশ্যই ছিল” যখন আমি বের হয়ে আসলাম, তখন বৃষ্টি পড়ছিল।Eu acho que tinha.” Quando fui embora, ainda estava chovendo.
55রানা ২৬ বছরের এক যুবতী, সে তার অনুভূতি ব্যক্ত করছে, যখন সে সিদ্ধান্ত নিল যে সে তার বন্ধু ও পরিবারকে তার অবস্থা সম্বন্ধে জানাবে।Rana, 26 anos, compartilha seus pensamentos sobre sua decisão em informar ou não seus amigos e sua família a respeito de sua condição:
56আমি আমার পরিবারের সদস্যদের বললাম না যে আমি অসুস্থ।Eu não contei à minha família que estou doente.
57আমি তাদের জন্য দু:খ অনুভব করলাম, তাই আমি তাদের জানালাম না।Eu tenho pena deles, por isso não posso contar.
58আমি আসলেই পরিবারের এক অবাধ্য সন্তান।Eu realmente sou uma filha desobediente.
59আমি ভাবলাম এটাই সবচেয়ে ভালো হবে যদি তারা বিষয়টি সম্বন্ধে না জানে।E também acho que é melhor que eles não saibam.
60অবশ্যই, এটা এমন এক অসুখ যা আমার একার পক্ষে বহন করা সম্ভব ছিল না, তাই আমি আমার সবচেয়ে সেরা বন্ধুটিদের বললাম।É claro que, já que essa não é uma doença que se pode suportar sozinho, eu contei para meus melhores amigos.
61যেহেতু আমি চাইছিলাম, তারা আমাকে এ ব্যাপারে সাহায্য করুক এবং কারণ আমি তাদের বোঝাতে চাইছিলাম এইচআইভি পজিটিভ মানে কি।Porque eu quero que eles me dêem suporte e porque quero que eles entendam o que é ser soropositivo.
62যতদিন পর্যন্ত না আমি আক্রান্ত হয়েছিলাম তার আগ পর্যন্ত আমি আমার বন্ধুদের সাথে এইচআইভি নিয়ে কোন কথা বলি নি।Até eu ter sido infectada eu nunca conversei com meus amigos sobre HIV.
63যদিও তারা আমার ভালো বন্ধু কিন্তু আমার ধারণা ছিল না তারা এইচআইভি সম্বন্ধে কি ধারণা পোষণ করে।Apesar de eles serem bons amigos eu não tinha ideia do que eles pensavam a respeito do HIV.
64এ কারণে আমি তাদের এই বিষয়টি জানাতে ভয় পাচ্ছিলাম।É por isso que eu tinha medo de contar para eles.
65এরপর যদি তারা আমাকে উপেক্ষা করে তা হলে আমি কি করবো?“O que eu faço se eles me rejeitarem?”
66তারা কি এর পরও আমার বন্ধু থাকবে?“Eles serão meus amigos?”
67এই ভাবনা গুলোকে আমি এড়াতে পারি নি, কিন্তু প্রকৃতপক্ষে কেউ আমাকে বাতিল করে দেয় নি।Eu não podia parar de pensar nisso mas nenhum deles me rejeitou na verdade.
68এটা ছিল অবিশ্বাস্য এক বিষয় এই ঘটনার পর আমি বুঝতে পারলাম যে আমার বন্ধুরা ছিল সত্যিকারের বন্ধু।Foi incrível. Eu entendi então que meus amigos são verdadeiros amigos.
69এ ভাবেই, এ রকম ঘটনার সময় আপনি বুঝতে পারবেন যে বন্ধুত্ব সত্যিকারের কিনা!De certo modo, quando essas coisas coisas acontecem você realmente descobre se a amizade é verdadeira ou não!
70প্রথম বার, যখন আমি এইচআইভির কথা বলি সে সময় এক ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছিল।Na primeira vez em que eu falei sobre HIV houve diferentes reações.
71একজন ইতোমধ্যে তার বাবামার সাথে এই পরীক্ষা করে এসেছিল, অন্য আরেকজন এই সমস্যা নিয়ে সচেতন ছিল না। আরেকজন পরীক্ষা করতে গিয়েছিল এবং এর ফলাফল পেয়েছিল, কিন্তু ভয় পেয়েছিল….Um de meus amigos já tinha feito o teste com sua parceira, outro não está ciente do problema, e outro queria fazer o teste, mas tinha medo…
72এখন আমি জানি আমি এইচআইভি পজেটিভ, তারা এখন এই সমস্যার ব্যাপারে অনেক সচেতন এবং তারা আমার স্বাস্থ্য নিয়ে অনেক উদ্বিগ্ন।Agora que eles sabem que sou soropositiva eles se preocupam mais com esse problema e com a minha saúde.
73আমি বাজে অভিজ্ঞতারও সম্মুখীন হয়েছি।Eu também tive experiências ruins.
74এক পুরুষ জানত না যে আমি এইচআইভি পজেটিভ, একবার যখন এইচআইভি নামক বিষয়টি আলোচনায় এলো, এক বিকৃত মুখে সে বললো, এমনকি, এই রোগে আক্রান্ত কেউ আমার পাশে বসে থাকলেও আমি নিজে এই রোগে আক্রান্ত হয়েছি অনুভব করি।Havia um cara que não sabia que eu era soropositiva. Logo que o assunto ‘HIV' surgiu, com uma expressão de nojo ele disse: Até mesmo em tê-los próximos a mim eu me sentiria contaminado!”.
75আমি এতটাই ধাক্কা খেয়েছিলাম যে একটা কথাও বলতে পারলাম না।Eu fiquei tão chocada que não consegui falar nem uma palavra.
76পৃথিবীতে সম্ভবত এরকম অনেক লোক রয়েছে যারা এই ভাবে চিন্তা করে।Provavelmente há muitas pessoas no planeta que pensam dessa forma.
77আমার সবচেয়ে বড় আশা যে একটা বিশাল সচেতনতা এই সমস্ত লোকগুলোর চিন্তাভাবনার পরিবর্তন ঘটাতে সক্ষম হবে।Minha maior esperança é que uma revolução de sensibilização aconteça com essa pessoas.
78সম্ভবত এইডস আক্রান্ত ব্যক্তি হিসেবে প্রথম যে জাপানী ব্লগার অনলাইনে ডাইরী লিখেছিল, তার নাম এইজু, তার বয়স ছিল ২৩ বছর। সে এক পতিতা যে, ২০০৬ সালে কিছু লিখে রাখে, তার শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে যাবার আগেই।Provavelmente um dos primeiros blogs japoneses a manter um diário online sobre uma pessoa infectada com AIDS foi o blog da Eizu [jp], uma prostituta de 23 anos de idade que, em 2006, pôde escrever somente alguns posts antes que sua condição piorasse.
79তার এক বন্ধু তার পোষ্ট আপডেট বা সব সময় তাজা রাখত [জাপানী ভাষায়] এইজুর পাঠকদের জন্য, তার মৃত্যুর আগ পর্যন্ত এবং সেই সমস্ত শব্দ ওয়েবে এখনো রয়ে গেছে।Uma de suas amigas continuou atualizando o diário para os leitores da Eizu até o final e tais palavras ainda permanecem presentes na web.