Sentence alignment for gv-ben-20140816-44513.xml (html) - gv-por-20140813-54045.xml (html)

#benpor
1বিমান দুর্ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এডুয়ার্ডো ক্যাম্পোস নিহতCandidato à Presidência do Brasil, Eduardo Campos morre em um acidente de avião
2“আমরা আমাদের নেতার আকস্মিক মৃত্যুতে শোকাহত ও মর্মাহত, যিনি হয়তো ব্রাজিলকে বদলে দিতে পারতেন।”Banner postado na página no Facebook do PSB de Franca, São Paulo.
3সাউ পাউলোর ফ্রাঙ্কার পিএসবি শাখার ফেসবুক থেকে ব্যানারটি সংগৃহীত।Eduardo Campos, 49, faleceu hoje, às 10h15 da manhã, em um acidente de avião na cidade de Santos, São Paulo.
4৪৯ বছর বয়সী এডুয়ার্ডো ক্যাম্পোস আজ সকাল ১০ টা ১৫ মিনিটে ব্রাজিলের সাউ পাউলোর শহর সান্তোসে একটি বিমান দুর্ঘটনায় নিহিত হয়েছেন।O antigo governador do estado do Pernambuco era candidato à Presidência nas eleições que ocorrerão em outubro.
5পারনাম্বুচো রাজ্যের সাবেক গভর্নর আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ছিলেন।O avião privado caiu enquanto se preparava para aterrizar em meio a condições de tempo ruim, matando Campos e outras seis pessoas, entre tripulação de bordo e passageiros.
6খারাপ আবহাওয়ার কারণে তাঁর ব্যক্তিগত জেট বিমানটি জরুরী অবতরণ করতে গেলে তা ক্র্যাশ করে।Campos estava em terceiro lugar nas pesquisas de opinião, como candidato pelo Partido Socialista Brasileiro (PSB).
7দুর্ঘটনায় ক্যাম্পোস এবং আরও ছয় জন ক্রু এবং যাত্রী নিহত হন। ব্রাজিলিয়ান সমাজতান্ত্রিক দলের (পিএসবি) চলমান নির্বাচনে ক্যাম্পোস তৃতীয় স্থান অর্জন করেন।Ele morreu no mesmo dia, 13 de agosto, que o seu avô, o socialista Miguel Arraes, uma das figuras mais proeminentes da política brasileira no século XX.
8ক্যাম্পোস সেই একই দিন ১৩ আগস্টে মারা গেলেন, যেদিন তার পিতামহ মিগুয়েল আরেসও মারা যান।Ele deixa esposa, quatro filhos e uma filha.
9মিগুয়েল আরেস ছিলেন বিশ শতকের ব্রাজিলিয়ান রাজনীতির বিশিষ্ট সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যক্তিত্ব।A morte de Campos foi um choque para muitos no Brasil, país que foi sacudido por uma onda de protestos ao longo do ano passado.
10তিনি তাঁর স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।Muitos usuários do Twitter reagiram ao ocorrido e ofereceram seus pêsames:
11তাঁর মৃত্যুতে দেশটির অনেকেই চরমভাবে ব্যাথিত হয়েছেন, বিশেষ করে, যারা গত বছর জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে যুক্ত ছিলেন।Brasil chocado de norte a sul com a morte de Eduardo Campos - Alcinéa Cavalcante (@alcinea) agosto 13, 2014
12এ দুর্ঘটনায় মানুষ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং টুইটারে সমবেদনা জানিয়েছে:Nao posso acreditar o que aconteceu com Eduardo Campos, Brasil ta chocado, meu Deus!!!
13উত্তর থেকে দক্ষিণে, ব্রাজিল এডুয়ার্ডো ক্যাম্পোসের মৃত্যুতে মর্মাহত।Muita foda acontece. - Leonardo Gabriel (@Lebito) agosto 13, 2014
14এডুয়ার্ডো ক্যাম্পোসের যা হয়েছে তা আমি বিশ্বাস করতে পারছি না, ব্রাজিলের জন্য এটি একটি বড় ধরনের ধাক্কা, আমার ঈশ্বর!Estou chocado com a noticia da morte de Eduardo Campos. Grandíssima perda.
15কি দুর্ঘটনাই না ঘটেছে!Sem palavras.
16এডুয়ার্ডো ক্যাম্পোসের মৃত্যুতে আমি শোকাহত।- Diego D'Ermoggine (@diegoder) agosto 13, 2014
17অপূরণীয় ক্ষতি। আমি ভাষা হারিয়ে ফেলেছি।Eduardo Campos foi um grande lutador das causas democráticas.
18এডুয়ার্ডো ক্যাম্পোস গণতন্ত্রের একজন বড় মাপের যোদ্ধা ছিলেন।Estou chocado. Hoje é um dia muito triste.
19আমি শোকাহত। আজ সত্যি খুব দুঃখের দিন।- Sergio Amadeu (@samadeu) agosto 13, 2014