Sentence alignment for gv-ben-20100117-8774.xml (html) - gv-por-20100114-5767.xml (html)

#benpor
1হাইতি: ল কাপ হাইতিয়ান কিছু সংবাদ প্রেরণ করেছে
2১৩ জানুয়ারি বুধবার, দিনটি ছিল হাইতিতে ৭.Haiti: Le Cap Haitian envia algumas notícias
3০ মাত্রায় আঘাত হানা ভূমিকম্পের পরের দিন। এই ভূমিকম্প হাইতিতে এক অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি করে।Quarta-Feira, 13 de janeiro: o dia seguinte ao terrível terremoto de 7 graus que deixou o Haiti em uma situação indescritível, a Radio Kiskeya fala dos problemas de comunicação [fr] que a ilha segue enfrentando:
4রাডিও কিসকেয়া ঘোষণা দেয় যে, তারা যোগাযোগ ব্যবস্থার প্রতিবন্ধকতা দুর করার ক্রমাগত চেষ্টা করে যাবে, যা এই দ্বীপরাষ্ট্রটি ক্রমাগত মোকাবেলা করে যাচ্ছে [ফরাসী ভাষায়]
5আজ সকাল পর্যন্ত হাইতির কোন রেডিও বা টিভি স্টেশন চালু করা সম্ভব হয়নি।Não há estação de rádio ou TV funcionando no Haiti nesta manhã.
6রাডিও কিসকেয়ার কর্মস্থল ধ্বংস হয়ে গেছে।O escritório da Rádio Kiskeya sofreu danos.
7টেলিফোন যোগযোগ ব্যবস্থা কোন কাজ করছে না।A rede telefônica está fora de fincionamento.
8তবে হাইতির ব্লগ ল কাপ হাইতিয়ান, ল রজ্যুই সিটাডেল যখন এই বিপর্যয় ঘটে সেই সময় ১২ তারিখ মঙ্গলবারের মধ্যে তারা সংবাদ প্রকাশ করতে সমর্থ হয়।
9এখানে ব্লগারদের প্রতি উত্তর রয়েছে, যেখানে পরিস্থিতি সম্বন্ধে একজন উদ্বিগ্নতা প্রকাশ করেছে [ফরাসী ভাষায়]:No entanto, o blog haitiano de Le Cap Haitien, o Le Réseau Citadelle conseguiu publicar notícias tão logo o desastre de 12 de janeiro ocorreu.
10পোর্ট-অ-প্রিন্স থেকে আমরা সংবাদ আশা করছি। রাজধানী শহরে যা ঘটেছে তাতে পুরো দেশ ভুগছে।Aqui está a resposta dada pelo blogueiro a alguém preocupado com a situação [fr]:
11প্রত্যেক পরিবারের অন্তত একজন আত্মীয় পোর্ট-অ-প্রিন্সে বাস করে এবং সেখানকার সংবাদ ভাল নয়।
12সেদিনের শূরুতে, ল রজ্যুই সিটাডেল একটি লেখা পোস্ট করে।Estamos aguardando notícias de Porto Príncipe.
13এর শিরোনাম “নুয়েভ দেপুজে কারেফোর” (কারেফোর থেকে পাঠানো সংবাদ)।
14এই লেখায় প্যাট্রিক জীন বাপ্তিস্তা পরিস্থিতি সম্বন্ধে বর্ণনা করেছেন।
15তিনি অসহায় প্রতিবেশীদের কথা তার বর্ণনায় তুলে ধরেন:O país inteiro está sofrendo com o que ocorreu na capital.
16কারেফোরের সবকিছু ধ্বংস হয়ে গেছে। বেশ কিছু বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।Cada família tem pelo menos um parente em Porto Príncipe e as notícias não são boas.
17এর মধ্যে কলেজ ক্যাথেরিন ফ্লোনের মত গণভবনও রয়েছে। তিনি প্রমাণ দেখিয়েছেন যে যোগাযোগ করার জন্য লোকদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।De manhã cedo, o blog Le Réseau Citadelle publicou um post entitulado “Nouvelle depuis Carrefour” (Notícias de Carrefour), no qual um homem chamado Patrick Jean Baptiste fala sobre a situação naquele bairro pobre de Porto Príncipe:
18এমনকি যে সমস্ত এলাকা খুব বেশি দুরে নয়, সেখানে যেতেও সমস্যা হচ্ছে:Grande devastação em Carrefour, várias casas desabaram, entre elas prédios públicos como o Collège Catherine Flon.
19তারা [কারেফোরের কর্মীরা] তাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যারা পোর্ট-অ-প্রিন্সের অন্য এলাকায় থাকে।
20যোগাযোগ ব্যবস্থায় এখন পর্যন্ত কোন সফলতা দেখা যায়নি। যার ফলে তা পরিস্থিতিকে আরো জটিল অবস্থায় ফেলে দিয়েছে।Ele mostra as dificuldades de comunicação que as pessoas estão enfrentando - mesmo em áreas que em condições normais não seriam distantes:
21সবকিছু চলতে শুরু করেছে শুরু করেছে, প্যাট্রিক জীন বাপ্তিস্তা অসীম আগ্রহে এমন পরিস্থিতির অপেক্ষায় রয়েছেন।Eles [moradores de Carrefour] estão tentando entrar em contato com seus parentes em outros bairros de Porto Príncipe, sem sucesso, dados os problemas de comunicação.
22এর কারণ অবশ্যই বোঝা যায়:Isso aumenta ainda mais a preocupação.
23টেলিফোন যোগাযোগ ব্যবস্থা ঠিক করার এটাই গুরুত্বপূর্ণ সময় এবং কারেফোরে সহায্য প্রবেশ করা জরুরি, কারণ ভূমিকম্প এখানে বেশ কয়েক বার আঘাত হেনেছে।
24দিনের শুরুতে রজ্যুই সিটাডেল বেশ কিছু ছবি ছাপে যেগুলো ভূমিকম্পের পর পোর্ট-অ-প্রিন্সের উপর তোলা প্রথম ছবি।
25পরে বুধবারে, ব্লগার পেতিওনাভিয়ে/ডেলমাসের এক বাসিন্দার বিবরণ প্রকাশ করে।Patrick Jean Baptiste também expressa uma compreensível ânsia de ver as coisas avançarem:
26এই ব্যক্তির নাম আলেকজান্ডার। যার উপসংহার পরিস্থিতিকে সংক্ষিপ্ত আকারে পরিষ্কারভাবে তুলে ধরে [ফরাসী ভাষায়]:É hora de fazer tudo o que for possível para consertar a rede telefônica e trazer assistência a Carrefour, que foi seriamente atingido.
27সেদিন যে ঘটেছিল তা দেখার মত শক্তি লোকদের ছিল না বললেই চলে।No começo da manhã, Le Réseau Citadelle também publicou algumas das primeiras fotos tiradas em Porto Príncipe.
28ঘটনার পরে আলেকজান্ডার এলাকার চারপাশে ঘোরাঘুরি করছিল। তার উদ্দেশ্য ছিল তার কিছু বন্ধুকে খুঁজে বের করা।Mais tarde na quarta-feira, o blogueiro publicou o testemunho de um habitante de Pétionville/Delmas, chamado Alexandre, cuja conclusão resume claramente a situação [fr]:
29সে বলছে [ফরাসী ভাষায়]: এখন পর্যন্ত মাইকেল গুয়েরিয়র-এর কোন সন্ধান নেই।As pessoas tem que ter nervos muito fortes para ver o pouco que vi.
30সে ডেলামাসের পাশে ডিনাসা ভবনে আটকে গিয়েছিল।Aparentemente, Alexandre caminhou pelas ruas, tentando achar alguns amigos e ele diz [fr]:
31সেখানে ৮ জন মানুষ আটকে আছে। এদের মধ্যে ছয়জনকে বের করে আনা হয়েছে।Até agora nenhuma notícia de Michel Guerrier que estava soterrado no edifício Dinasa, em Delmas.
32বেলা ২টা পর্যন্ত মাইকেল এবং আরেকজন সেখানে আটকা পড়েছিল।Havia 8 deles soterrados lá, 6 foram resgatados.
33সে দেওয়ালে বাড়ি মেরে উদ্ধারকারীদের সাথে যোগাযোগ বজায় রেখেছিল।Às duas da manhã, Michel e um outro ainda estavam soterrados, e se comunicavam com a equipe de resgate por meio de batidas.
34তবে তিনি কিছু ভালো সংবাদও শুনিয়েছেন:Apesar disso, ele dá uma informação tranquilizadora:
35পেতিওনাভিয়ের কেন্দ্রিয় অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।O centro de Pétion-Ville sofreu poucos danos, está quase intacto exceto por algumas casas.
36কয়েকটি ভবন ছাড়া এর পুরো অংশ অক্ষত রয়েছে।A Galeria Rivoli e outros prédios parecem intactos.
37গালেরিয়ে রিভোলি এবং অন্যান ভবনও মনে হচ্ছে অক্ষত রয়েছে। অবশেষে, সেদিনের শেষ বেলায় রজ্যুই সিটাডেল ছড়িয়ে দিয়েছিল এক ডাক্তারের পরামর্শ ।Finalmente, mais tarde, Le Réseau Citadelle retransmitiu a sugestão de um médico para cuidar das vítimas do terremoto em outros hospitais da ilha, em vez de esperar por ajuda humanitária internacional [fr]:
38তিনি আন্তর্জাতিক মানবিক সাহায্যের অপেক্ষা না করে ভূমিকম্পে আহত ব্যক্তিদের দ্বীপের অন্য হাসপাতালে নিয়ে যাবার প্রদান করেন:
39আহত ব্যক্তিদের উত্তরে এবং দেশের অন্য যে সমস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া উচিত।Enviem os feridos para o norte e para todos os outros centros de saúde disponíveis.
40তাদের যত্ন নেবার জন্য আমরা প্রস্তুত রয়েছি।Estamos prontos para cuidar deles.
41আমি মনে করি দেশের বেশিরভাগ ডাক্তার আমার মতই ভাবছে।Penso que a maioria dos médicos do país pensa a mesma coisa que eu.
42আমরা এই দেশেই যা সম্পদ ছিল তার সাহায্যে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছি।Fomos treinados neste país, com os recursos disponíveis neste país.
43আমাদের প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতি দিন, যাতে আমরা সাহায্য করতে পারি।Dêem-nos as ferramentas e medicamentos necessários, e então poderemos ajudar.
44হাইতির ভূমিকম্পের উপরে প্রকাশিত গ্লোবাল ভয়েসেসে-এর বিশেষ পাতা এখানে রয়েছে।A página de Cobertura Especial do Global Voices Online sobre o terremoto do Haiti está aqui [en].