# | ben | por |
---|
1 | ভারত: অস্কার পুরষ্কারে বাজিমাত করেছে স্ল্যামডগ মিলিওনিয়ার | Índia: Slumdog Millionaire encanta na festa do Oscar |
2 | ভারতে রচিত একটি উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত একটি বৃটিশ সামাজিক চলচ্চিত্র ড্যানিয়েল বোয়েলের স্ল্যামডগ মিলিওনিয়ার ৮১ তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড উৎসবে একদম বাজিমাত করে দিয়েছে। | Slumdog Millionaire, de Dany Boyle, um filme social britânico baseado em um romance ambientado na Índia, arrasou na 81º Cerimônia da Academia de Artes e Ciências Cinematográficas. |
3 | এর ব্রিটিশ এবং ভারতীয় কর্মীরা সেরা চলচ্চিত্রের পুরষ্কারটি সহ মোট ৮ টি পুরষ্কার জিতে নিয়েছে। | Suas equipes britânica e indiana levaram 8 Oscars, incluindo o de melhor filme. |
4 | এটি ছিল সত্যি ভারতের দিন যেহেতু ভারতের উপর নির্মিত্ত অন্যএকটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্মাইল পিনকি'ও একটি অস্কার জিতেছে। | Foi realmente um dia especial para a Índia porque ‘Smile Pink‘, um curta-documentário baseado na Índia, também ganhou um Oscar. |
5 | হলিউডে স্ল্যামডগ মিলিওনিয়ার এর অভিনেতা অভিনেত্রীদের একটি অংশ - ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী কৌশিক এবং ব্যবহার করা হয়েছে ক্রিয়েটিভ কমন লাইস্যান্স এর অধীনে। | Uma parte do elenco de ‘Slumdog Millionaire' em Hollywood- foto de Flickr User KaushiK™, usada sob licença de Creative Commons. |
6 | সারা বিশ্বের মানুষ দেখেছে পুরষ্কার বিতরণী উৎসবটি। | Pessoas de todo o mundo assistiram à cerimônia do Oscar. |
7 | কেউ কেউ আবার সরাসরি ব্লগিং করছিল যেমন সেপিয়া মিউটিনি। | Algumas estavam bloggando ao vivo durante o evento, como Sepia Mutiny. |
8 | সরাসরি সম্প্রচারের সময় মিনিটের মধ্যে শত শত টুইটার ম্যাসেজ প্রকাশিত হয় যেখানে রাজেশের মত কণ্ঠস্বর বলে ওঠে: | Havia centenas de mensagens de Twitter aparecendo de minuto a minuto durante a transmissão ao vivo, onde vozes como Raajesh disse: |
9 | ভারত এখন পৃথিবীর কেন্দ্রবিন্দুতে | Raajesh: A Índia está no centro do mundo. |
10 | নো বর্ডার এবং বাইনারি ব্লগে প্রেরনা বলেন: | Prerna, em No Borders and Binaries, disse: |
11 | পর্যটন ভিসায় ভারতের একদল অনুপ্রবেশকারী এবং তাদের ব্রিটিশ সহযোগী এসে বহুপ্রত্যাশিত এবং সম্মানের অস্কার দেশে নিয়ে গেছে যা পৃথিবী দেখলো। | Uma multidão de indianos e seus aliados britânicos com vistos de turistas levaram pra casa os cobiçados e merecidos Oscars, enquanto o mundo todo assistia. |
12 | বিশেষ করে, একজন, এ আর রহমান বিস্মিত এবং অভিভূত করেছে সকলকে তার সুরের প্রজ্ঞায় এবং সে কথাও বলছিল তামিলে। | Um em particular, A R Rahman, deslumbrou e encantou todo mundo com o seu talento musical enquanto também falava frases em tamil. |
13 | এটা আমেরিকা, ইংরেজী ভাষা যেখানে সর্বত্র চলে!! | Esse é os Estados Unidos, inglês somente!! |
14 | এবং অবশ্যই অনেকে আছে যারা ভারতীয়দের অস্কারে অনুপ্রবেশ পছন্দ করেনি: দেখেছ? | E certamente havia muitos que não gostaram da invasão dos indianos no Oscar: |
15 | এই ভারতীয়রা সব অস্কারগুলো ঝেড়ে নিয়ে যাচ্ছে! | Skineval: Cara, esses indianos estão arrasando no Oscar. |
16 | প্রথমে নিয়েছে আমাদের কল সেন্টারগুলো, এখন অস্কারগুলো। | Primeiro, nossos call centers, agora, os Oscars. |
17 | এর পরে কি? | Qual será o próximo? |
18 | অনেক ভারতীয় ব্লগার ‘স্ল্যামডগ মিলিওনিয়ার' এর কৃতিত্বকে প্রশংসা করায় উৎসুক ছিল না। | Mas muitos bloggueiros indianos não estavam muito entusiasmados em reconhecer a façanha de ‘Slumdog Millionaire'. |
19 | এই সিনেমা সম্পর্কে অনেক ভারতীয়র মিশ্র প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে গ্লোবাল ভয়েসের আগের একটি পোষ্টে। | Nós destacamos as diferentes reações de muitos indianos sobre esse filme em um post anterior no Global Voices. |
20 | মুম্বাইয়ের অনেক বস্তিবাসী, যেখানে সিনেমাটি শুটিং করা হয়েছিল, এর বিরুদ্ধচারণ করেছে কারণ সিনেমাটিতে তাদেরকে বস্তির কুত্তা বলা হয়েছে। | Muitos moradores das favelas de Mumbai, onde o filme foi rodado, protestaram porque eles foram chamados de favelados no filme. |
21 | মিরা সিনহা লেখেন: | Meera Sinha escreve: |
22 | স্লামডগ মিলিওনিয়ার চলচ্চিত্রটি ভারতীয় দারিদ্রতার কোন সংঙ্গা মনে করে দেখা উচিৎ নয় ধরনের আবেগ সত্ত্বেও, চলচ্চিত্রটি আটটি অস্কার জেতার পর ভারতকে খ্যাতির আলোকে দেখাটা বেশ উত্তেজনাপূর্ণ। | Apesar de achar que Slumdog Millionaire não deveria ser visto como um filme que fale sobre a pobreza na Índia, tem sido emocionante ver a Índia na luz da ribalta depois da vitória de 8 Oscars do filme. |
23 | আমি আরও বেশী লেখার জন্য উদ্বুদ্ধ, কিন্তু আমি উদযাপন মুহুর্তগুলো তুলে ধরব এবং চলচ্চিত্রটি সম্পর্কে আমার নিজস্ব ধারণা সম্পর্কে বিস্তৃত বর্ণনা হতে বিরত থাকব। | Estou tentada a escrever mais, mas vou me entregar à atmosfera da celebração e vou evitar de entrar em mais detalhes sobre minha opinião a respeito do filme. |
24 | র্যানডম থটস অফ আ ডিমেন্টেড মাইন্ড এ গ্রেট বন্গ অতটা মুগ্ধ ছিলনা যদিও: | Great Bong em Random Thoughts Of A Demented Mind não estava tão impressionado assim: |
25 | প্রথমে বলতে হয় অ্যাকাডেমি বিচারকরা যেসব বিষয় সহানুভুতির সাথে দেখে স্ল্যামডগ মিলিওনিয়ার বেশ সুচিন্তিতভাবে এবং কার্যকরভাবে তাদের অনেকগুলিকেই তুলে ধরেছে। | Primeiro, Slumdog Millionaire muito deliberadamente e efetivamente toca o ponto fraco dos jurados da Academia. |
26 | একটি পরীক্ষায় পাশ করার জন্য, মেধায় সর্বোত্তম হওয়ার কোন প্রয়োজন নেই- এমনকি একজন গড়পড়তা ব্যক্তি অনেক ভালো করতে পারে যদি সে শিক্ষককে সন্তুষ্ট করার ‘পন্থা'টা ধরতে পারে এবং তা সীমিত পাঙ্গমতার মধ্যেও যথাযথভাবে পূরণ করতে পারে। | Com o objetivo de passar numa prova, você não tem que ser necessariamente o melhor - mesmo uma pessoa normal pode se sobressair e entender o “sistema”, e fazer exatamente o que se é esperado. |
27 | স্ল্যামডগ মিলিওনিয়ার সেটাই প্রশংসাজনক ভাবে করেছে। | Slumdog Millionaire faz isso de forma admirável. |
28 | হিতেশ বাগাই তার বিষ্ময় প্রকাশ করেছে একটি টুইটার ম্যাসেজে: | Hitesh Bagai se pergunta em uma mensagem de Twitter: |
29 | কেন ভারত/চীনের দারিদ্রতা নিয়ে একটি ছবি অস্কার পায় আর একটি হাসিখুশি বিষয়ের ছবির কোন মূল্যায়ন হয় না? | hiteshbagai: Por que um filme sobre a pobreza na Índia ganha Oscars e reconhecimento enquanto um filme alegre não tem nenhuma estima? |
30 | ইমাজিন্ড ইউনিভার্স এ লেখনী খুঁজতে চেষ্টা করেছেন “ কেনো ভারতীয়রা স্ল্যামডগ মিলিওনিয়ার কে ঘৃণা করছে?” | Lekhni em The imagined Universe tenta descobrir “Por que os indianos odeiam Slumdog Millionaire?“ |
31 | আমি অবাক হই যদি চলচ্চিত্রটিতে আমদের মূল আপত্তি এই কারনেই হয়ে থাকে যে এটি ভারতের এমন এক অংশকে চিত্রায়িত করেছে যা আমরা দেখাতে চাই না। | Pergunto a mim mesma se a nossa principal objeção em relação ao filme seja porque o mesmo retrata uma parte da Índia a qual preferiríamos que não fosse mostrada. |
32 | আমরা সচারচর আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উপরে উঠে আসা মধ্যবিত্তদের উদযাপন করতে পছন্দ করি। | Nós gostaríamos de festejar o nosso crescimento econômico e a nossa classe média emergente. |
33 | আমরা আমাদের নতুন শপিং মল এবং কাচে ঘেরা দালানকে তুলে ধরতে পছন্দ করি। | Nós gostaríamos de enfocar os nossos novos centros comerciais e edifícios com fachada em vidro. |
34 | চলচ্চিত্রটি মধ্যবিত্তের উন্নতির অতকিছু দেখায়নি। | O filme não mostra tanto sobre o crescimento da classe média na Índia. |
35 | এটি দেখিয়েছে সেই অন্য ভারতকে যা আমাদের অনেকেই ভাল করে জানে না, অথবা ভাবতেও চায়না - দরিদ্র ভারতকে যা সকল সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও দরিদ্রই রয়ে গেছে। | Ele mostra a outra Índia que a maioria de nós não conhece muito bem, ou que gostaria de saber mais - a Índia pobre que permaneceu pobre mesmo com o recente crescimento econômico. |
36 | টাটভাম (ভেতরের সত্য) ব্লগে শ্রীপ্রিয়া চলচ্চিত্রটি পছন্দ করেছেন এবং লিখেছেন: | Shripriya Mahesh em Tatvam (Inner Truth) amou o filme e escreve: |
37 | কেন কোন একজন চলচ্চিত্র নির্মাতা একটি শহর বা একটি দেশকে সঠিকভাবে ফুটিয়ে তোলার বোঝাটি কাধে নেবেন? | Por que um cineasta deveria ser responsabilizado por representar uma cidade ou um país? |
38 | তিনি তো কোন ডকুমেন্টারী তৈরী করছেন না। | Ele não está rodando um documentário. |
39 | বলার মত এখানে একটি গল্প আছে। | Há uma estória para ser contada. |
40 | যা একটি শহরের সামান্য অংশে সীমাবব্ধ যা নেয়া হয়েছে একটি কাল্পনিক জীবন এর দর্শন হতে। | Envolve uma parte da visão da cidade. Do ponto-de-vista de uma vida fictícia. |
41 | চলচ্চিত্র নির্মাতার কাজ হলো তার ক্ষমতার সর্বোত্তম উপায়ে সেই গল্পটা বলা। | O trabalho do cineasta é de contar aquela estória com a sua melhor capacidade. |
42 | এবং ড্যানি বয়েল ঠিক সেই কাজটিই করেছেন। | E isso é exatamente o que Danny Boyle fez. |
43 | এবং আমি তার ফলাফলে খুশি। | E eu, por exemplo, amei o resultado. |
44 | প্রেরণা ভারতের (মেধা ও) সামর্থ্যকে নির্দেশ করেছেন এবং উপসংহার টেনে বলেছেন: | Prerna destaca as qualidades da Índia e conclui com: |
45 | অবশ্যই, এটি ‘ভারতীয় বিষয়' এর উপর একজন বৃটিশ পরিচালককে সিনেমা নির্মানে উদ্বুদ্ধ করেছে এবং ভারতীয় কলাকুশলী যারা বিগত বহু দশক ধরেই উচুঁ মানের কাজ করছেন (যেমন গুলজার, এ আর রহমান, পোকুটি) তাদের অস্কার জিতিয়েছে। | Claro, pegaram um diretor britânico para fazer um filme sobre um “tema indiano” pra ganhar Oscars para os técnicos indianos que estão fazendo um trabalho de nível superior há décadas. (ex.: Gulzar, A R Rahman, Pookutty). |
46 | স্ল্যামডগ মিলিওনিয়ার কোনভাবেই বলিউডের তালিকার উপরের সিনেমার ধারেকাছে নয়। এটি গতানুগতিক ‘টাকার সাথে লড়াইয়ে ভালবাসাই জয়ী হয়' ধরনের বহুল পরিক্ষীত এক সাধারণ চিত্রনাট্য। | Slumdog Millionaire não chega aos pés da lista top de filmes de Bollywood devido à sua simples trama de provado-e-aprovado pelo amor ao dinheiro. |
47 | এবং এটি এ আর রহমান বা গুলজার এর সেরা কর্মও নয়। | E esse não é o melhor trabalho de A R Rahman ou Gulzaar. |
48 | একই সাথে এটি উৎসাহব্যঞ্জক যে ঐ সুরের কৃত্তিমানরা অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল যার জন্য তা শেষমেষ একটি ভারতীয় চলচিত্রই। | Ao mesmo tempo é gratificante ver esses grandes musicais finalmente tendo reconhecimento internacional pelo que tem de mais novo no cinema indiano. |
49 | যাই হোক, এটা সাফল্যের জন্য কোন মানদন্ড হওয়া উচিৎ নয়। | Porém, ISSO não deveria ser uma marca de sucesso. |
50 | এ আর রহমানের হলিউডকে প্রয়োজন নেই; বরং হলিউডের প্রয়োজন তাকে। | AR Rahman não precisa de Hollywood; Hollywoody precisa dele. |
51 | যাইহোক তারপরও অভিনন্দন, স্ল্যামডগ মিলিওনিয়রকে এবং প্রত্যেক ভারতীয়কে যারা এটিকে তাদের সিনেমা মনে করে। | Apesar disso, parabéns para Slumdog Millionaire e para todo indiano que o considera filme deles. |