Sentence alignment for gv-ben-20090119-1565.xml (html) - gv-por-20090124-1531.xml (html)

#benpor
1গ্রীস: ইজরায়েলে অস্ত্র চালান নিয়ে বিক্ষোভGrécia: Protesto contra envio de armas da Grécia a Israel
2এই মাসের শুরুর দিকে গাজায় যুদ্ধ চলাকালীন সময়ে জানা গেছে যুক্তরাষ্ট্র থেকে গ্রীসের ব্যাক্তি মালিকানাধীন বন্দর আস্তাকোস হয়ে ইজরায়েলে একটা অস্বাভাবিক বৃহৎ অস্ত্র চালান যাচ্ছে। এই সংবাদ গ্রীক ব্লগারদের মধ্যে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি করেছে।Com a guerra assolando Gaza, reportagens no início desse mês dando conta da rota de um carregamento incrivelmente grande de armas dos Estados Unidos para Israel por meio do porto grego privado de Astakos causaram um protesto entre blogueiros gregos.
3তারা ব্যাপারটা তদন্ত করার জন্য টুইটার ব্যবহার করেছে আর সরকারের উপরে চাপ প্রয়োগ করেছে চালানটা বন্ধ করার জন্য।Eles usaram o Twitter para investigar o caso e colocar pressão no governo para cancelar a transferência.
4এই গোলাবারুদ পরিবহনকে থামানো হয় ঠিক সেই সময়ে যখন গ্রীক সরকার বিরোধী দলের কাছ থেকে চাপের মুখে পড়েছিল, আর এমনেস্টি ইন্টারনেশনাল অস্ত্র নিষেধাজ্ঞার কথা বলছিল।A entrega das munições foi suspensa, bem no momento em que o Governo Grego estava sendo duramente criticado pelos partidos da oposição e que a Amnesty International pedia o embargo das armas.
5আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টারে এ সংবাদ জানুয়ারীর ৯ তারিখে প্রকাশ হয় এবং প্রথমে সরকারী সূত্রগুলো একে খন্ডন করেছিল।Num primeiro momento, as fontes oficiais negaram a notícia da agência internacional Reuters em 9 de janeiro.
6কিন্তু এটা টুইটার ব্যবহারকারীরা তুলে ধরে আর ইন্ডি. জিআর(Indy.gr) - ইন্ডিমিডিয়ার এথেন্স এর একটা অংশ- প্রতিবেদনের গ্রীক ভাষান্তর প্রচার করার পর এর উপর ব্লগাররা তদন্ত করে।Mas o assunto foi pescado por usuários do Twitter e investigado depois que o Indy.gr - um ramo do grupo Indymedia Athens - disponibilizou uma tradução do artigo em grego.
7বন্দরটার উপর একটা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটি টুইটারের মাধ্যমে ব্যপক প্রচার হয়:A idéia de organizar um embargo ao porto foi proposta e amplamente “re-tweeterada”:
8ইটসোম্প: http://is.gd/f8Wa আমরা কি আস্তাকোস বন্দরের উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করতে পারি?itsomp: http://is.gd/f8Wa Podemos organizar um embargo ao porto de Astakos?
9শুধুমাত্র আমেরিকান আর ইজরায়েলি জাহাজ…Apenas para navios americanos e israelitas…
10কেউ কেউ সরাসরি টুইটে প্রশ্ন করেছে গ্রীক পররাষ্ট্র মন্ত্রীকে, যার ওয়েব দল একটা টুইটার একাউন্ট চালাচ্ছে:Alguns se comunicaram via Twitter diretamente com o ministro do exterior grego, cuja equipe de internet opera uma conta no Twitter:
11ম্যাজিকএসল্যান্ড: @ডোরা বাকোয়ান্নিস, আস্তাকোস চালানের কি হচ্ছে?Dora Bakoyannis, o que está rolando com o carregamento em Astakos?
12আমরা চাইনা গ্রীস গাজা গণহত্যায় নিজেকে জড়াক।
13টুইটারের মাধ্যমে কথা না বলার অভ্যাস ভেঙ্গে, মন্ত্রীর ওয়েব দল সরাসরি জানিয়েছে:Não queremos que a Grécia seja confundida com o massacre em Gaza
14ডোরা বাকোয়ান্নিস: @ওলরান্দির, @অ্যাস্টেরিস, @জিটজি, @ ম্যাজিকএসল্যান্ড … আস্তাকোসের উপরে প্রতিক্রিয়া এখানে http://tinyurl.com/9ts6xwQuebrando uma regra anterior de não conversar por meio do Twitter, a equipe do ministro respondeu diretamente:
15উপরের লিঙ্কের মাধ্যমে মন্ত্রণালয়ের একটা সরকারী বিবৃতি পাওয়া যায় যেখানে জানানো হয়েছে যে আস্তাকোস বা অন্য গ্রীক পোর্ট দিয়ে অস্ত্র চালান ‘কোন উল্লেখযোগ্য ব্যাপার' না আর এ নিয়ে প্রচার মাধ্যমের প্রতিবেদনকে প্রকারান্তরে অস্বীকার করা হয়েছে।… resposta a Astakos, http://tinyurl.com/9ts6xw O link levava a uma declaração oficial do ministério dizendo que o carregamento de armas por meio de Astakos outros portos gregos é um “assunto inexistente” e vagamente negando reportagens na imprensa que relatavam o oposto.
16কিন্তু ব্লগার ওডিসিয়াস ততদিনে আমেরিকার ফেডারেল ওয়েবসাইটে চালান সংক্রান্ত দলিল খুঁজে পেয়েছেন:No entanto, o blogueiro do Odysseas já tinha nesse momento localizado a solicitação do carregamento em um site federal dos EUA:
17এই লিঙ্কে আপনি দেখবেন যে গোলাবারুদের চালান আস্তাকোস বন্দর হতে আশদোদ, ইজরায়েলে যাওয়া সংক্রান্ত আমেরিকার নৌবাহিনীর তথ্য।No link a seguir você encontrará uma nota da Marinha dos EUA sobre o carregamento de munição do porto de Astakos a Ashdod, em Israel.
18অস্ত্রের কার্গো সত্যিই আছে আর তা নিয়ে যাওয়ার মাধ্যম খোঁজা হচ্ছে।O navio existe e está a espera de um fornecedor para o transporte.
19আর টুইটার ব্যবহারকারী চাপ অব্যাহত রেখেছে, অফিসিয়াল অস্বীকৃতি সত্ত্বেও:E os usuários do Twitter mantiveram a pressão, apesar das negativas oficiais:
20magicasland: @Dora_Bakoyannis και η αμερικάνικη σελίδα που αναφερει το φορτιο τι είναι τότε;Dora Bakoyannis, qual é o site [da solicitação], então?
21ম্যাজিকএসল্যান্ড: @ডোরা বাকোয়ান্নিস, তাহলে আমেরিকান নৌবাহিনীর ওয়েবপেজের তথ্যে কি রয়েছে?No dia seguinte, as notícias eram de que o carregamento tinha sido cancelado.
22পরের দিন, সংবাদ মাধ্যম জানালো যে চালান বাতিল হয়েছে।Isso também foi divulgado de imediato no Tweet:
23এটাও দ্রুত টুইট করা হয়েছে: মিরটো ফেনেক: গাজা সংঘর্ষের কারনে আস্তাকোস দিয়ে গোলাবারুদের চালান বাতিল করা হয়েছে!A transferência de munição de Astakos foi cancelada por causa do conflito em Gaza!
24ব্লগার ম্যাজিকএসল্যান্ড ফলাফলকে সারসংক্ষেপ জানিয়েছেন:O bogueiro do magicasland.com resume os fatos e resultados:
25এপিই [গ্রীক সংবাদ সংস্থা] এর বুলেটিন আজকে উল্লেখ করেছে যে আস্তাকোস থেকে আশদোদ বন্দরে ৩২৫ কন্টেইনার গোলাবারুদের চালান বাতিল করা হয়েছে।Um informe da APE [Agência de Notícias Grega] hoje informa que a transferência de um carregamento de 325 containers de munição de Astakos ao porto de Ashdod foi cancelada.
26এটা নিশ্চিত যে চালাটি শেষ পর্যন্ত হয়ত তার গন্তব্য পৌছাবে, তবে এখান থেকে আর এখন নয়।[…] O carregamento certamente será transferido em algum momento; desde que não seja agora nem de lá.
27ব্লগার কুলপ্লাটানোস আরো তদন্ত করেছেন, যেখানে আরো একটা অস্ত্র চালানের খবর তিনি আবিষ্কার করেছেন, আর পরীক্ষা করেছেন যে আসল তথ্যাদি বাতিল করা হয়েছে:
28যে কোন অবস্থায়, আজকে জানুয়ারী ১৩ [০৯০০ ইএসটি] সহায়তার পাতায় ৩২৫ টিইইউ জাহাজের জন্য সাম্প্রতিকীকরন করা হয় ‘বর্তমানের জন্য বাতিল' হিসাবে।O blogueiro do coolplatanos investiga mais a fundo, descobrindo uma solicitação extra de carregamento de armas e verificando que a solicitação original tinha sido cancelada:
29আমি উপরের তথ্যগুলো পেয়েছি গুগুল সার্চ ব্যবহার করে।Eu encontrei as solicitações acima improvisando na busca do Google.