# | ben | por |
---|
1 | মিশর: যৌন নিপীড়ন নিয়ে চলচ্চিত্রের পরিকল্পনা | Egito: Revelados planos para filme denunciando assédio sexual |
2 | মিশরের মেয়েদের বিরুদ্ধে যৌন হয়রানী-বিরোধী দিবসের সাফল্যের পরে মিশরী ব্লগার আসের ইয়াসের মহিলাদের আমন্ত্রন জানিয়েছেন এই ব্যাপারে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরার জন্য। | Depois do sucesso do Dia Sem Assédio Sexual no Egito [en], a blogueira egípcia Asser Yasser convidou as leitoras a compartilharem o que pensam sobre o assunto. |
3 | আসের লিখেছেন: | Asser escreveu: ******* |
4 | এই ডকুমেন্টারি কয়েকজন মহিলার পাঁচ মিনিটের জন্য রাস্তায় হাঁটার সময় তাদেরকে অনুসরণ করার উপর ভিত্তি করে হবে। | |
5 | আমাদের উদ্দেশ্য হচ্ছে কাজের সময়ে তারা কি ধরনের হয়রানীর সম্মুখীন হয় তা চিত্রে ধারন করা। | |
6 | পরবর্তীতে ধরণগুলো ভাগ করে স্বাধীনভাবে গবেষণা করা হবে। | Precisamos de voluntárias! |
7 | স্বেচ্ছাসেবক দরকার! মিশরীয় নারীরা হয়রানীর বিরুদ্ধে একত্র হচ্ছে | Mulheres egípcias dão as mãos contra o assédio |
8 | কর্মীরা কিছু ছবিও দিয়েছেন (উপরে দেখুন) আর বর্ণনা দিয়েছেন কি ধরণের কার্যক্রম ঠিক করা হয়েছে হয়রানী-প্রতিরোধ্মূলক দিবসের জন্য। | O ativista também divulgou fotos (veja acima) e detalhes das atividades realizadas no dia contra o assédio aqui. |
9 | আসেরের আহ্বান বেশ কিছু সাড়া পেয়েছে, যার মধ্যে সব থেকে আকর্ষনীয় ছিল কানাডায় থাকা একজন মিশরীয় নারী ব্লগার ওয়ান্ডারিং স্কারাবের এই বিষয়ে দেয়া একটা ব্লগ পোস্ট: | |
10 | ৯০ এর দশকের প্রথম দিকে যখন মিশরে ছিলাম, প্রতিদিন যৌন হয়রানীর সম্মুখীন হতাম আমি। মুদির দোকানের ক্লার্ক থেকে আমার পিজ্জার অর্ডার নেয়ার লোক পর্যন্ত; মিশরে যৌন হয়রানী খুবই সাধারণ একটি বিষয়। | O chamamento de Asser contou com várias respostas, sendo que a mais interessante foi uma postagem em solidariedade à causa no blogue Wandering Scarab, de uma mulher egípcia morando no Canadá: |
11 | কিছু আচরণ যা পশ্চিমে যৌন অসাদাচরন হিসাবে ধরা হবে তা মিশরে একেবারে গ্রহণযোগ্য যেমন সিটি বাজানো আর পাশে দিয়ে যাওয়া মহিলাদের প্রতি খারাপ কথা বলা। | |
12 | নারী হিসাবে আমাদেরকে প্রায় শেখানো হয় যে আমাদের মধ্যে কিছু ভুল আছে আর আমরা হয়তো ভুল ইঙ্গিত দেই বা যৌন খাদকদের মনোযোগ আকর্ষণের জন্য কিছু করি তাই এমন হয়। | |
13 | এর থেকে ভুল কিছু হতে পারে না। আমার অভিজ্ঞতায় কিছু ঘটনা মনে পড়ে- কিছু মজার, কিছু ভয়ের। | A postagem continua com mais detalhes sobre assédio, em inglês e árabe. |
14 | গড়ে প্রতিটি মিশরীয় মেয়ে, আমি সহ, যৌন নিপীড়নের সম্মুখীন হয় অনবরত তাদের জীবনের সাধারণ অংশ হিসাবে। | |
15 | এই পোস্টে তিনি হয়রানীর আরো বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন- ইংরেজী আর আরবীতে। | |