Sentence alignment for gv-ben-20140811-44423.xml (html) - gv-por-20140820-53905.xml (html)

#benpor
1রুশ-ফরাসি বিরোধী কর্মী কলিকভ বুলগেরিয়ায় গ্রেপ্তারO ativista de oposição franco-russo Koblyakov foi preso na Bulgária
2প্যারিসে রুশ উদ্যোক্তা ও বিরোধী কর্মী নিকোলাই কলিকভ, রাশিয়ার হস্তান্তরের অনুরোধে বুলগেরিয়ায় গ্রেপ্তার হয়েছেন।Nikolai Koblyakov, empreendedor russo e ativista de oposição em Paris, está detido na Bulgaria e com um pedido de extradição emitido pela Rússia
3ফরাসী এনজিও “ফ্রি-রাশিয়া” (রুশি-লিবারতেস) এর প্রতিষ্ঠাতা নিকোলাই কলিকভ।Esta matéria contém links que levam à páginas em francês, russo e inglês, caso você queira se aprofundar no assunto.
4বিগত সময়ের “পুসি বিদ্রোহ” এর প্রতিরক্ষায় এবং ক্রেমলিনের দ্বারা নিগৃহীত রাশিয়ান বিরোধীদলকে সমর্থন জানিয়ে পুতিনের শাসনতন্ত্রের বিরুদ্ধে কয়েক বছর ধরেই তিনি প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে আসছেন।
5গত ২৯ জুলাই, ২০১৪ তারিখে বুলগেরিয়ার সোফিয়া শহরে অবস্থিত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কলিকভের রাশিয়ান এবং ফরাসী উভয় দেশেরই জাতীয়তা রয়েছে।Nikolay Koblyakov, fundador da ONG francesa “Liberte a Rússia” [fr] (Russie-Libertés), que há anos tem organizado protestos contra o regime de Putin em defesa da banda protesto Pussy Riot e de apoio à oposição russa reprimida pelo Kremlin, foi preso no aeroporto internacional de Sofia, Bulgária, em 29 de julho de 2014.
6তবে এখন তিনি বুলগেরিয়া থেকে রাশিয়াতে হস্তান্তরের ঝুঁকিতে রয়েছেন।Koblyakov tem nacionalidade russa e francesa, mas agora corre o risco de extradição para a Rússia.
7তাঁর গ্রেপ্তারের খবর ফরাসী দূতাবাসকে জানানো হয়েছে। ফরাসী দূতাবাস এ বিষয়ে বুলগেরিয়ান কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করেছে।A embaixada francesa foi notificada e entrou em contato com as autoridades búlgaras, mas não receberam qualquer informação ou detalhes a respeito do caso de Koblyakov até agora.
8তবে এই মুহুর্তে কলিকভের মামলার সম্পর্কে ফরাসী কর্তৃপক্ষের কাছে আর কোন তথ্য অথবা বিবরণ নেই।
9১ আগস্ট তারিখে সন্ধ্যায় বুলগেরিয়ান ইন্ডিপেন্ডেন্ট নিউজ সাইট বিভল তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে [বুলগেরিয়ান], কলিকভকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।
10তবে তিনি এখনও নির্দিস্ট কিছু বিধি নিষেধের অধীনে থাকবেন।
11বুলগেরিয়ান সক্রিয়কর্মী আসেন জেনোভ তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন [বুলগেরিয়ান], কলিকভকে রাশিয়ান ইন্টারপোল ব্যুরোর মস্কো শাখার নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে।
12গত ১ এপ্রিল, ২০১৪ অর্থাৎ ০১. ০৪.২০১৪ তারিখে রাশিয়ান ইন্টারপোল ব্যুরো তাঁর নামে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।Na noite de 1 de agosto, o site de notícias independentes búlgaro Bivol anunciou [ru] em sua página do Facebook que Koblyakov foi solto sob custódia, mas ainda se encontrava sob certa restrição.
13এর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারি পরোয়ানাটি দেখে মনে হয়নি এটি ইন্টারপোলের লাল চিহ্নধারী আন্তর্জাতিক গ্রেপ্তারি বুলেটিন।Em seu perfil no Facebook, o ativista búlgara Asen Genov postou [ru] que Koblyakov foi preso com base em um mandato de prisão emitido pelo departamento da Interpol russa em Moscou no dia 1 de abril de 2014.
14বরং এটি ছিল ইন্টারপোলের মস্কো ব্যুরো থেকে আসা একটি সরাসরি অনুরোধ। কলিকভকে দেখে মনে হয়েছে, তিনি সুস্থ আছেন।O mandato não parece ter sido um típico comunicado de captura internacional da Interpol, mas um pedido direto do departamento de Moscou.
15তিনি বলেছেন, তাঁর সাথে ভালো আচরণ করা হয়েছে।Koblyakov parecia estar em bom estado de saúde e disse que foi bem tratado.
16ইতোমধ্যে তাঁর এই মামলাটি ইউক্রেন প্রসঙ্গ নিয়ে রাশিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যকার সম্পর্ককে নতুন করে উত্তেজিত করে তুলেছে।
17এ কারণে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে ব্রাসেলস প্রেসিডেন্ট পুতিনের খুব ঘনিষ্ঠ দুইটি সহযোগী দেশের উপর ৩০ জুলাই ২০১৪ তারিখে শাস্তিস্বরূপ নতুন কয়েক ধারা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।Seu caso acontece em meio a novas tensões entre a União Europeia e a Rússia, devido à situação da Ucrânia, uma situação que levou Bruxelas a dar início a uma nova série de sanções contra dois dos colaboradores mais próximos do Presidente Putin em 30 de julho de 2014.
18বুলগেরিয়ার রাজধানী শহর সোফিয়াতে অবস্থিত সোফিয়া কোর্ট হাউসের সামনে গত ১ আগস্ট, ২০১৪ তারিখে কলিকভের প্রতি সমর্থন জানিয়ে একটি প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করা হয়।
19রুশ পররাষ্ট্র মন্ত্রী সারজেই লভরভের বিরুদ্ধে বার্তা সম্বলিত একটি পোস্টার নিয়ে সোফিয়ায় কলিকভের একজন সমর্থক।Em 1 de agosto de 2014, um protesto foi organizado em solidariedade a Koblyakov na capital da Bulgaria, Sofia, em frente ao tribunal da cidade.
20আপনি যদি লাভরভকে হস্তান্তর করেন, তবে তারা তাকে কোথাও না কোথাও খুঁজছে। https://www.facebook.com/atchobanov/posts/10154393853830510Um apoiador de Koblyakov em Sofia levou um cartaz se posicionando contra o ministro de relações exteriores russo, Sergei Lavrov
21মানবাধিকার সক্রিয়কর্মীরা একটি অনলাইন আবেদন চালু করেছেন।Se ao menos você tivesse extraditado Lavrov, eles estão procurando por ele em algum lugar
22তাদের অনলাইন আবেদনটির শিরোনাম হচ্ছে, “মানবাধিকার সক্রিয় কর্মী নিকোলায় কলিকভকে রাশিয়ার কাছে হস্তান্তর নয়!”https://www.facebook.com/atchobanov/posts/10154393853830510 Uma petição [en] foi criada por grupos de ativistas de direitos humanos, sob o título “Não à extradição à Rússia de Nicolay KOBLYAKOV, ativista de direitos humanos!”