Sentence alignment for gv-ben-20110209-15574.xml (html) - gv-por-20110207-16524.xml (html)

#benpor
1মিশর: তাহরির স্কোয়ার এক ছোট্ট ইউটোপিয় এলাকায় পরিণত হয়েছেEgito: A mini utopia da Praça Tahrir
2এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশEste post é parte de nossa cobertura especial Protestos no Egito em 2011.
3মিশরে চলমান বিপ্লবের আরেকটি দিক রয়েছে, সেটা হচ্ছে যারা তাহরির স্কোয়ারে অবস্থান করে আছে, তাদের প্রতিদিনের জীবন যাপন।Há um outro lado da revolução em curso no Egito, que é a vida cotidiana das pessoas acampadas na Praça Tahrir.
4গত ১২ দিন ধরে তারা সেখানে খাচ্ছে, পান করছে, স্লোগান দিচ্ছে, উল্লাস প্রকাশ করছে- সহজ কথায় সেখানেই দিবারাত্রি যাপন করছে।No decorrer dos últimos dias, elas continuaram comendo, bebendo, dormindo, cantando e comemorando na praça - resumindo, vivendo lá, dia e noite.
5এখন এখানকার জীবনের একটা ছন্দ আছে, এখানে যে চেতনা প্রদর্শিত হচ্ছে তাতে এটি একটি ছোটখাট ইউটোপিয় এলাকা (সুখের এক কল্প রাজ্য)।A vida tem o seu próprio ritmo agora, e o espírito que emana é o de uma mini utopia.
6এখানকার বাসিন্দাদের সকাল শুরু হয় শারীরিক কসরতের সাথে। ব্যায়াম করার সময় সবাই আওয়াজ দেয় “মুবারক নিপাত যাক“ ।As manhãs começam com exercícios físicos enquanto as pessoas cantam “Abaixo Mubarak!”:
7বেলা বাড়তে থাকলে আরো লোকজন এসে তাহরির স্কোয়ারে জমা হতে থাকে। সে সময় এখানকার পুরোনো বাসিন্দারা আরো জোরালো স্লোগানে তাদের স্বাগত জানায়।Com o passar do dia e com mais pessoas chegando à praça, os moradores dão as boas vindas aos novatos com mais cantigas, como conta @ashoukry:
8যেমন @আশুক্রাই বলছেন: দিনের শ্রেষ্ঠ সময়: বিদ্রোহীদের গান ও করতালির সাথে তাহরির স্কোয়ারে স্বাগত জানানো হচ্ছে।Melhor momento do dia: acolhimento dos rebeldes na Praça Tahrir com cantos e palmas.
9যখন আমরা স্বাধীনতার বাতাসে শ্বাস নেই, তা এক স্মরণীয় সময়।Momentos inesquecíveis onde podemos respirar o ar da liberdade.
10সবার মনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, সিরিয়া থেকে @মেসালুন টুইটারে সেই প্রশ্নটি করেছেন:A pergunta de um milhão de libras egípcias que não quer calar foi feita por @Maysaloon, da Síria, no Twitter:
11আজকে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, তাহরির স্কোয়ারের লোকগুলো শৌচ কর্ম সম্পাদন করছে কি ভাবে?Pensei numa coisa hoje, como aquele pessoal todo na Praça Tahrir está indo ao sanitário?
12এর জন্য, আমি সেখানে কোন আলাদা ব্যবস্থা দেখিনি …Não vejo nenhuma casinha em canto nenhum…
13উত্তরে আমি (মেসালুন) জানাচ্ছি:Então eu respondi:
14হয়ত তারা কাছাকাছি কোন মসজিদ বা ভূগর্ভস্থিত পাবলিক টয়লেট বা বিল্ডিং অথবা কোন দোকানের শৌচাগার ব্যবহার করেছে।O pessoal está usando as mesquitas próximas ou banheiros públicos, prédios ou lojas dos arredores.
15এমনকি কেউ কেউ শৌচ কর্মের জন্য বাড়ি গিয়েছে।Alguns até vão para casa e voltam.
16উক্ত কর্ম সম্পাদন করে আবার এখানে ফিরে এসেছে।Para exemplificar, @TAFATEFO tuitou enquanto estava na Praça Tahrir:
17উদাহরণস্বরূপ তাহরির স্কোয়ারে অবস্থানের সময় @তাফাতেফো টুইটারে বলেছেন:Alguém disse nos alto-falantes que é representante de 3 prédios na praça.
18লাউড স্পীকারে একজন নিজেকে এলাকার তিনটি দালানের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন।Disseram que o 6º e o 7º andares foram abertos para quem quisesse tomar banho ou dormir.
19তারা বলছে যে তারা এসব ভবনের ষষ্ঠ এবং সপ্তম তলা খুলে দিয়েছেন, ইচ্ছে করলে যে কেউ সেখানে গিয়ে গোসল করতে বা ঘুমাতে পারেন।
20জনগণ দিনের একটা ভাল সময় এলাকাটি পরিষ্কার করে কাটিয়েছে।O pessoal passa boa parte do dia limpando a praça.
21ছবি ফ্লিকারের মোনাসোশের (সিসি-বাই ২.Foto de Monasosh no Flickr (CC-BY 2.0)
22০) এমনকি বৃষ্টির সময় জনগণ প্লাস্টিকের চাদরে ঢেকে মিছিল চালিয়ে গেছে।Mesmo quando chove, a marcha continua, com as pessoas cobertas com pedaços de plástico.
23টুইটপিকে নাদিয়া আল আওয়াদির পাঠানো ছবি।Nadia El Awady via Twitpic
24এক একটি দিন পার হচ্ছে, স্কোয়ারের চেহারা আরো বেশী করে জনগণের নিজের জন্য, নিজের আয়োজিত একটা প্রতিদিনের উন্মুক্ত উৎসবে রূপ নিচ্ছে।À medida que o dia passa, a atmosfera na praça fica mais parecida com aquela de um dia de carnaval organizado pelo povo e para o povo, como @etharkamal explica:
25যেমন @ইথারকামাল টুইটারে লিখেছেন:AMO a inventividade Egípcia.
26মিশরীয় উদ্ভাবন: ১ লিতে [এক মিশরীয় পাউন্ড] একটি ৭ আন্তর (ঘোড়ার গাড়ি) কাসর এল-নিল সেতু হয়ে আপনাকে #তাহরিরে নিয়ে যাবে#জান২৫Por LE 1,00 [uma libra egípcia] você pode atravessar a ponte Kasr El-Nil de 7antoor (carruagem) para chegar a #tahrir #jan25
27@তারেকশালাবি আরো যোগ করেছেন:@Tarekshalaby acrescentou: Na Pç.
28তাহরির স্কোয়ারে আপনি পপকর্ন, কুসকুস নামক খাবার, মিষ্টি আলু, স্যান্ডউইচ, চা ও পানীয় পাবেন!Tahrir, você encontra pipoca, cuscuz, batata doce, sanduíches, chá e refrescos!
29মিশরীয় নাগরিকরা জানে কীভাবে বিদ্রোহ করতে হয়!Os egípcios sabem como conduzir uma revolta!
30#জান২৫#jan25
31“কারো চাই, মিশরীয় চা?”Alguém quer chá?
32… ছবি গিগি ইব্রাহিমের, ফেসবুকে প্রদর্শিত হয়েছে।Foto de Gigi Ibrahim, compartilhada no Facebook
33“এভাবেই জনগণ, খেজুর খেয়ে এগিয়ে চলছে।“É assim que a galera se mantém, comendo tâmaras.
34ছবি গিগি ইব্রাহিমের, ফেসবুকে প্রদর্শিত হয়েছে।Foto de Gigi Ibrahim compartilhada Facebook
35প্রার্থনারত জনগণ, যে দৃশ্য দিনে পাঁচবার পুনরাবৃত্ত হয়। ছবি ফ্লিকারের ফ্লোরিস ভন কুয়েলার্টের( সিসি বাই-এসএ ২.Pessoas rezando, cena que se repete cinco vezes por dia, foto de Floris Van Cauwelaert no Flickr (CC BY-SA 2.0)
36০) রাতে অনেকটাই শান্ত, তবে একই চেতনা বিদ্যমান।De noite, tudo é mais calmo, mas a boa atmosfera continua.
37রবিবার রাতে @তারেকশালাবাই বলেছেন:Na noite de domingo, @Tarekshalaby disse:
38তাহরির স্কোয়ারে শীতল বর্ষণমুখর রাত।Noite fria e chuvosa na Pç Tahrir.
39গান আর কবিতায় উৎসবের/বিনোদনের মেজাজ।Tem sido muito festiva e divertida, com cantigas e poesia.
40#জান২৫#jan25
41@এস্টার৪এনজি৩ডি বলেছে:@estr4ng3d disse:
42এখন উচ্চ স্বরে উল্লাসের গান বাজছে। জনগণ নাচছে আর তালি দিচ্ছে #তাহরিরMúsica animada tocando na maior altura agora, o pessoal está dançando e batendo palmas #tahrir
43এক রাতে শান্তি, স্বাধীনতা আর পরিবর্তনের জন্যে এগিয়ে আসা মিশরীয় তারুণ্যকে উদযাপন করতে “জনগণের ক্ষমতা“ গানটিতে সবাই সমস্বরে কণ্ঠ মিলিয়েছিল:Certa noite, as pessoas compuseram uma canção chamada “Poder Para o Povo”, para celebrar a união da juventude egípcia em torno da liberdade, mudança e paz:
44কোন কোন দিন ভিন্ন রকম আর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, রবিবারে @একরামইব্রাহিম টুইটারে লিখেছে:Alguns dias contam com eventos diferentes e especiais.
45১ - কপ্ট সম্প্রদায়ের জমায়েতের পরে, খ্রিস্টান ও মুসলমানরা হাতে হাত ধরে #তাহরিরে প্রার্থনা সঙ্গীত গাইছে, এমন চমৎকার মনোভাব [আগে] কখনো দেখা যায়নি।
46#তাহরির#জান২৫No domingo, @Ekramibrahim tuitou:
47২- আজ #তাহরির স্কোয়ারের এক দম্পতির বিয়ে হয়েছে।2 - Houve um casamento hoje na #Tahrir.
48ঈশ্বর তাদের মঙ্গল করুন।Que Deus abençoe o casal.
49খুবই সৃজনশীল ও উষ্ণ মনোভাব বজায় রয়েছে।Atitude muito criativa e querida.
50#জান২৫#মিশর#Jan25 #Egypt
51@এস্টার৪এনজি৩ডি অনেকের প্রদর্শিত একটি অনুভূতি প্রকাশ করেছেন:@estr4ng3d expressou um sentimento compartilhado por muitas pessoas:
52নিশ্চিতভাবে #তাহরির এখন #মিশরের সবচেয়ে সুখের স্থান।Sem sombra de dúvidas #Tahrir é o canto mais feliz do #egito nesse momento.
53#জান২৫#jan25
54এ সব এখন মিশরের তাহরির স্কোয়ারে ঘটছে“ - ছবি ফ্লিকারের মোনাসোশের (সিসি-বাই ২. ০)Acontecendo agora na Praça Tahrir.