# | ben | por |
---|
1 | ১৪ মে তারিখের #ফ্রিজোন৯ব্লগার টুইটাথনে যোগ দিন | Junte-se ao tuitaço #FreeZone9Bloggers hoje, dia 14 |
2 | এপ্রিলের শেষে গ্রেফতার হওয়া ও বর্তমানে কারাগারে বন্দী ইথিওপিয়ার নয়জন ব্লগার এবং সাংবাদিক সমর্থনে নাইজেরীয় ব্লগার ব্লসোম এনোদিম (@ব্লোক্যাম্পার) এবং নাওয়াচুকুয়া এগবুনইকে (@ফেদারপ্রজেক্ট) এবং তাদের সাথে তানজানিয়ার এনদেসানজো মাচা(@এনদেসানজো) যোগ দিয়ে আফ্রিকা জুড়ে যে টুইটাথনের আয়োজন করেছে, আসুন সবাই তাতে যোগ দেই। | Junte-se aos blogueiros nigerianos Blossom Nnodim (@blcompere) e Nwachukwu Egbunike (@feathersproject), como também ao editor do Global Voices da Tanzânia, Ndesanjo Macha (@ndesanjo) para um tuitaço em toda África, em apoio aos nove blogueiros e jornalistas presos no final de abril e que estão atualmente detidos na Etiópia. |
3 | গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় এবং আমাদের নেটওয়ার্কের সকল বন্ধু এবং সহযোগী গ্রেপ্তারকৃত এই নয়জন পুরুষ ও নারীর মুক্তি দাবী করছে, যাদের সকলে ব্লগিং এবং প্রচলিত সাংবাদিকতার মাধ্যমে ইথিওপিয়ায় রাজনৈতিক ধারাভাষ্যের জন্য জায়গা তৈরীর জন্য কঠোর পরিশ্রম করছে। | A comunidade do Global Voices e nossa rede de amigos e aliados estão exigindo a libertação dessas nove pessoas, as quais têm trabalhado duro para aumentar o espaço para o debate político e social na Etiópia, através de blogs e do jornalismo tradicional. |
4 | আমরা বিশ্বাস করি যে তাদের এই গ্রেফতার মত প্রকাশের যে সার্বজনীন অধিকার এবং একই সাথে জোর পূর্বক কাউকে কারাগারে আটকে না রাখার মত নাগরিক অধিকারের লঙ্ঘন। | Acreditamos que a detenção deles seja uma violação do direito universal à liberdade de expressão, bem como do direito de não ser detido arbitrariamente. |
5 | তাদের কাহিনী এবং মুক্তির দাবীতে যে প্রচারণা সে বিষয়ে আরো জানতে এখানে ক্লিক করুন। | Saiba mais sobre o caso e a campanha para a libertação aqui. |
6 | এই বুধবার, পশ্চিম আফ্রিকা সময় বেলা দুটায় এই টুইট করা শুরু হবে, যেখানে আমরা বিভিন্ন সম্প্রদায়ের নেতা, সরকার এবং কূটনৈতিক প্রধান এবং মূলধারার প্রচার মাধ্যমে টুইট করার পরিকল্পনা করেছি (তাদের বিভিন্ন উপাদান ব্যবহারের মাধ্যমে), এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জনতার মনোযোগ আকর্ষণের জন্য। | Nesta quarta-feira (14/05), com início às 14:00 na África Ocidental, pretendemos mandar tuítes para líderes comunitários, governos, atores diplomáticos e veículos da mídia tradicional (que usam os próprios punhos) para aumentar a conscientização e chamar a atenção do público para o caso. |
7 | এই বিষয়ে আমরা বিশেষ করে আমাদের সহযোগী আফ্রিকার ব্লগার এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এতে যোগদানের উৎসাহ জানাচ্ছি- তবে বিশ্বের যে কোন প্রান্তের যে কাউকে এখানে যোগদানে স্বাগত জানানো হবে। | Encorajamos, principalmente, colegas blogueiros e usuários de mídia social na África a se juntar a nós - mas todos são bem-vindos! |
8 | #ফ্রিজোন ৯ব্লগার: ইথিওপিয়ার কারাবন্দী ব্লগারদের মুক্তির দাবীতে এক টুইটাথন | #FreeZone9Bloggers: Um tuitaço demandando a libertação dos blogueiros etíopes presos |
9 | তারিখ:বুধবার, ১৪ মে ২০১৪। | Data: Quarta-feira, 14 de maio de 2014 |
10 | সময়: পশ্চিম আফ্রিকা সময় বেলা দুটা/গ্রিনিচ মান সময় অনুসারে বেলা একটা থেকে চারটা- (আপনার এলাকার সময় বের করার জন্য এখানে ক্লিক করুন) | Horário: 14:00 - 17:00 Horário da África Ocidental/ 13:00 - 16:00 GMT (clique aqui para encontrar seu horário local) |
11 | হ্যাশট্যাগ:#ফ্রিজোন৯ব্লগারস | Hashtag: #FreeZone9Bloggers |
12 | আয়োজক: ব্লসোম এনোদিম (@ব্লোক্যাম্পার), নাওয়াচুকুয়া এগবুনইকে (@ফেদারপ্রজেক্ট) এনদেসানজো মাচা(@এনদেসানজো) | Hosts: Blossom Nnodim (@blcompere), Nwachukwu Egbunike (@feathersproject), Ndesanjo Macha (@ndesanjo) |
13 | বুধবারে আমাদের সাথে যোগ দিন- যতক্ষণ পর্যন্ত না আঙ্গুল ব্যাথা করতে শুরু করে, ততক্ষণ পর্যন্ত টুইট করতে থাকুন এবং দি জোনের ৯ ব্লগারের মুক্তির দাবী করতে থাকুন! | Junte se a nós na quarta-feira - tuíte até seus dedos ficarem dormentes e exija a liberdade para os blogueiros do Zone 9 ! |
14 | যে সমস্ত টুইট আপনি ব্যবহার করতে পারেন (এই বিষয়ে আরো টুইট খুঁজতে এখানে ক্লিক করুন) | Tweets que você pode usar (clique aqui para encontrar mais) |