Sentence alignment for gv-ben-20120913-31117.xml (html) - gv-por-20120910-34702.xml (html)

#benpor
1মিশরঃ আলেকজান্দ্রিয়ার ঐতিহাসিক বইয়ের বাজার নিরাপত্তা বাহিনী কতৃক ধ্বংসEgito: Forças de Segurança Destroem Mercado de Livros Histórico de Alexandria
2মিশরিরা আজ (৭ই সেপ্টেম্বর, ২০১২) সকালে আলেকজান্দ্রিয়ার নবী দানিয়াল সড়কের বইয়ের দোকানগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ধ্বংসের খবর পেয়ে জেগেছেন।Na manhã de 7 de setembro de 2012, os egípcios acordaram com a notícia da destruição, pelo Ministério do Interior, de livrarias situadas nas calçadas da rua do Profeta Daniel, em Alexandria.
3ঊষাকালে এই বহিরাক্রমণে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে বাম নেটনাগরিকরাও ক্রুদ্ধ। তাদের দাবি, সংস্কৃতির উপর এটি একটি চলমান যুদ্ধ।A batida policial, que aconteceu ao amanhecer, deixou os internautas revoltados com a Irmandade Muçulmana, que, para eles, está travando uma guerra contra a cultura.
4নিরাপত্তা বাহিনী দোকান এবং বই ধ্বংস করেছে। এর ফলে বইয়ের অমূল্য সংগ্রহ এবং সংস্কৃতির একটি সম্পদ ধ্বংস করা হল।Forças de segurança destruíram quiosques e livros, danificando coleções inestimáveis de livros e patrimônio cultural.
5ডঃ সাদিয়া মিটওয়ালি এই আক্রমণের বিরোধিতা করেছেন [আরবী]:A Dra. Shadia Metwally se opõe à batida [ar]:
6@সাদিয়ামেটওয়ালিঃ নবী দানিয়াল এলাকার বইয়ের দোকানগুলোতে আক্রমণ করা ছিল ভুল, যেখানে রাস্তার অন্য পার্শ্বে চা, কফি এবং পুরনো চেয়ার রয়েছে।@shadiametwally: É errado atacar livrarias na área da rua do Profeta Daniel, enquanto outras calçadas, onde se vendem chá e café em velhas cadeiras, são poupadas.
7সেগুলো ছিল সেই ধরণের বইয়ের দোকান যেগুলো সংস্কৃতির একটি সম্পদ স্থাপন করেছিল।Essas livrarias abrigavam um patrimônio cultural
8শেহরাজাদে ছাত্রদের সম্পর্কে উদ্বিগ্ন যারা মনে পীড়ন অনুভব করবেঃSchehrazade demonstra preocupação com os estudantes, que sentirão as consequências:
9@_শেহরাজাদে: আমি ভাবতে পারছি না, বিশ্ববিদ্যালয়ের গরীব ছাত্ররা কিভাবে তাদের বই সংগ্রহে সমর্থ হবে।@_Schehrazade: Eu não consigo imaginar como pobres estudantes universitários farão para comprar livros agora.
10প্রকৃতই একটি সবচেয়ে বিদ্বেষপূর্ণ আচরণ।Realmente foi um ato de má-fé
11পুলিশের আক্রমণের পর আলেকজান্দ্রিয়ার নবী দানিয়াল সড়কের হামীদ এর বইয়ের দোকানের ধ্বংসাবশেষ।O que restou da livraria de Hameedo na rua do Profeta Daniel em Alexandria, após uma batida policial.
12টুইটারে ছবিটি শেয়ার করেছেন হেবা ফারুক।Foto compartilhada por Heba Farooq no Twitter
13হেবা ফারুক মাহফুজ ব্যাখ্যা করেছেনঃHeba Farouk Mahfouz explica:
14@হেবাফারুকঃ রাজাব হামীদের বইয়ের দোকানটি ছিল একটি ব্যাক্তিগত সরু গলিতে, সড়কের পাশে নয়। এছাড়া তাঁর ৩৪ বছর ধরে দোকান চালানোর অনুমতি থাকা সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দোকানটি ভেঙ্গে দিয়েছে।@HebaFarooq: O quiosque de Rajab Hameedo estava em uma via privada, não na rua, e, apesar de possuir uma licença há 34 anos, ele foi destruído pelo Ministério do Interior
15ধ্বংসযজ্ঞের পরপরই তিনি ছবিটি তুলে পোস্ট করেছেন।Ela compartilha a fotografia acima, que mostra a destruição.
16ওয়ালীদ টুইট করেছেনঃWaleed tuíta:
17@উইলোএজিঃ আপনারা খুব সাধারণ বিক্রেতাদের জীবিকা অর্জনের উপায় ধ্বংস করে দিয়েছেন এবং গরীব লোকদের পড়াশুনার আনন্দ অনুধাবন করা থেকে বঞ্চিত করেছেন।@WilloEgy: Vocês destruíram o ganha-pão de simples vendedores ambulantes e impediram pessoas pobres de ler, na sua busca por felicidade.
18এর চেয়ে নির্বুদ্ধিতার আর কিছু কি আছে?Existe algo mais estúpido que isso?
19তাঁর সাথে ওয়ায়েল বারাকাত কটাক্ষ করেছেনঃE Wael Barakat ironiza:
20@ওয়ায়েল_বারাকাতঃ তার মানে কি এখন বই বিক্রি করা মাদকদ্রব্য বিক্রি করার মতো এবং আমরা কি এখন বই কিনবো ভিডিও টেপের আকারে?@Wael_Barakat: Será que isso significa que agora vender livros vai ser como vender drogas e teremos que comprar livros dentro de fitas de vídeo?
21আহমেদ এলসাউই প্রশ্ন তুলেছেনঃEnquanto isso, Ahmed Elsawy indaga:
22@আহমেদ এলসাওয়ঃ সেই লোকটির কি হবে যার নীল রঙের বই বিক্রির ছোট দোকান থেকে আমি সবসময় বই কিনতাম?@Ahmed_Elsawy: E o que acontece com o homem do quiosque azul onde eu sempre comprava livros?
23আমি তাকে সবসময় দেখতাম নামাজ পরতে।Eu sempre o encontrava rezando.
24তার ছোট বইয়ের দোকানটিও কেন তারা ভেঙ্গে দিলো?Por que também destruíram o seu quiosque?
25অনেকেই মুসলিম ব্রাদারহুডকেই সরাসরি দোষী মনে করে, কেননা এদেরই এক সদস্য মোহাম্মদ মুরসি মিশরের বর্তমান প্রেসিডেন্ট।Muitos culparam abertamente a Irmandade Muçulmana, cujo membro Mohamed Morsi é o novo presidente do Egito, pelo ataque aos livros.
26তবে আনাস আবদেল আযীম কড়া জবাব দিয়ে বলেছেনঃAnas Abdelazeem revida:
27@আনাসআবদেলআযীমঃ নবী দানিয়ালের(সড়ক) বইয়ের দোকানগুলো ভেঙ্গে দেওয়াকে আমরা যদি ধরে নিই যে মুসলিম ব্রাদারহুড আমাদের সংস্কৃতির ওপর হামলা করেছে তাহলে তা উপহাসের যোগ্য, কেননা এমন ঘটনা আরও অনেকবার ঘটেছে।@anasabdelazeem: Considerar a destruição dos livros na [rua] do Profeta Daniela um ataque da Irmandade Muçulmana contra a cultura é ridículo, já que este é um incidente recorrente
28টুইটারে আরও প্রতিক্রিয়া জানতে এই হ্যাশ ট্যাগ [আরবী] চেক করুন।Para mais reações no Twitter, confira esta hashtag [ar].
29আক্রমনের ঠিক পরপরই তোলা কিছু ছবি আহমেদ রক তাঁর ফেসবুক পাতায় দিয়েছেন এখানে।Ahmed Rock compartilha fotos dos resultados da batida na sua página no Facebook page aqui.