Sentence alignment for gv-ben-20150719-49533.xml (html) - gv-por-20150616-58931.xml (html)

#benpor
1গবেষণায় দেখা গেছে, ইউরোপিয়ানরাই লাতিন আমেরিকায় বেশি হারে অভিবাসন নিয়েছেন
2আর্জেন্টিনার বুয়েনোস আয়ারসের ইন্ডিপেনডেন্সিয়া স্টেশনে আঁকা একটি ম্যুরাল চিত্র।
3“ছেড়ে যাচ্ছি” নামের এই ম্যুরালটি এঁকেছেন আন্তোনিও সেগুই।
4ছবি তুলেছেন রদ্রিগো বোরগেজ ডেলফিম।Mais europeus estão migrando para América Latina do que o contrário, diz estudo
5পোস্টটি প্রথম প্রকাশিত হয় পর্তুগিজ ভাষার ব্লগ মাইগ্রামান্ডোতে।Mural “Saliendo”, de Antonio Segui, na estação Independencia do metrô de Buenos Aires, Argentina. Foto: Rodrigo Borges Delfim
6কনটেন্ট বিনিময় চুক্তির আওতায় গ্লোবাল ভয়েসেস-এ পুনর্প্রকাশিত হয়েছে।Este post foi publicado originalmente no blog MigraMundo e é republicado pelo Global Voices via parceria de conteúdo.
7বেশিরভাগ মানুষের ধারনা, লাতিন আমেরিকা থেকে ইউরোপে বিপুল সংখ্যক অভিবাসী যান।Ao contrário do que diz o senso comum, atualmente mais europeus estão migrando da Europa para a América Latina e o Caribe do que no sentido inverso.
8সে তুলনায় ইউরোপ থেকে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে আসেন খুব কম সংখ্যক অভিবাসী।
9কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে উল্টোটা। ইউরোপে নয়, বরং সেখান থেকেই বেশি সংখ্যক অভিবাসী লাতিন আমেরিকায় আসেন।Essa é a conclusão de um estudo divulgado recentemente pela Organização Internacional para as Migrações (OIM), chamado “Dinâmicas Migratórias na América Latina e Caribe e entre América Latina e União Europeia”.
10আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর ‘মাইগ্রেটরি ডাইনামিক্স ইন লাতিন আমেরিকান অ্যান্ড দ্য ক্যারিবিয়ান অ্যান্ড বিটুইন লাতিন আমেরিকা অ্যান্ড দ্য ইউরোপিয়ান ইউনিয়ন' শিরোনামের গবেষণা প্রতিবেদনে সেটাই উঠে এসেছে।
11গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, ২০১২ সালে ১৮১,০০০ জনের বেশি ইউরোপিয়ান তাদের দেশ ছেড়ে লাতিন আমেরিকায় গেছেন।
12অন্যদিকে একই সময়ে ১১৯,০০০ জন লাতিন আমেরিকান দেশ ছেড়ে ইউরোপে পাড়ি দিয়েছেন। যা ২০০৭ সালের তুলনায় ৬৮ শতাংশ কম।O documento mostra que em 2012 mais de 181 mil europeus deixaram seus países, em comparação com os 119 mil latinos que seguiram no caminho contrário.
13সে বছর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ৩৫০,০০০ জনের বেশি অভিবাসী ইউরোপে পাড়ি জমিয়েছিলেন।
14অভিবাসীর সংখ্যায় এ যাবৎকালে সেটাই সর্বোচ্চ। লাতিন আমেরিকায় সবচে' বেশি সংখ্যক অভিবাসী গেছেন স্পেন থেকে।Os dados mostram uma queda de 68% neste último em relação a 2007, quando o número de migrantes da América Latina e do Caribe para a Europa bateu recorde e superou a marca de 350 mil pessoas.
15২০১২ সালে স্পেন থেকে যাওয়া অভিবাসীর সংখ্যা ছিল ১৮১,১৬৬ জন। এর পরপরই আছে ইতালি, ফ্রান্স এবং জার্মানি।A Espanha, com 154.324 emigrados para a América Latina em 2012, encabeça a lista dos estados que tiveram mais cidadãos emigrando em busca de oportunidades em nações latino-americanas.
16২০১৩ সালে লাতিন আমেরিকায় বসবাসকারী আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা ছিল ৮.
17৫ মিলিয়ন (এর ১.Em seguida aparecem Itália, Portugal, França e Alemanha.
18১ মিলিয়নই ইউরোপীয় ইউনিয়নের)। যা ২০১০ সালের চেয়ে ৫০০,০০০ এবং ২০০০ সালের চেয়ে ২.Em 2013, moravam na América Latina 8,5 milhões de imigrantes internacionais (1,1 milhão vinha da UE), 500 mil a mais que em 2010 e 2,5 milhões mais que em 2000.
19৫ মিলিয়ন বেশি। ইউরোপ থেকে লাতিন আমেরিকায় অভিবাসন প্রসঙ্গে আইওএম-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-জেনারেল লরা থমসন বলেছেন, “সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ এবং লাতিন আমেরিকার মধ্যে অভিবাসন আমাদেরকে আর্থ-সামাজিক অস্থিরতার চিত্র তুলে ধরে।“Ao longo dos últimos anos, as mudanças nos fluxos migratórios entre países da América Latina e Europa mostram, mais uma vez, como esses fluxos se adaptam naturalmente às flutuações sócio-econômicas e seu potencial é uma ferramenta de ajuste e resposta à crise econômica estrutural”, explica Laura Thompson, diretora-geral adjunta da OIM.
20পাশাপাশি তারা অর্থনৈতিক মন্দাকে কীভাবে মোকাবেলা করছে, এর সাথে নিজেদেরকে কীভাবে সমন্বয় করে নিচ্ছে তা দেখায়।“
21গবেষণায় দেখা যাচ্ছে, বেশি সংখ্যক ইউরোপিয়ান লাতিন আমেরিকায় অভিবাসন নিয়েছেন।Estudo mostra que europeus têm vindo mais para a América Latina do que latinos em direção à Europa.
22ছবি: আইওএমFoto: OIM/Divulgação
23তিনি উল্লেখ করেছেন, এই সমন্বয়টা হচ্ছে লাতিন আমেরিকার দেশগুলোতে অভিবাসনের মাধ্যমে।
24২০১৩ সালে আর্জেন্টিনায় সবচে' বেশি সংখ্যক অভিবাসী এসেছে- ২৩৮,৭০০ জন।Um exemplo desse ajuste apontado por Laura é do crescimento das migrações entre os países latino-americanos.
25যা মোট অভিবাসীর ২৮ শতাংশ। এর পরেই আছে ভেনেজুয়েলা, কোস্টারিকা এবং ডমিনিকান রিপাবলিক।Em 2013, a liderança coube à Argentina, que recebeu 238.700 imigrantes de outros países latinos (28% do total), seguida por Venezuela, Costa Rica e República Dominicana.
26ব্রাজিলের কী অবস্থা?E o Brasil?
27ব্রাজিলে অভিবাসী ইস্যু'র গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। দেশটি অভিবাসনের ক্ষেত্রে ট্রানজিট এবং গন্তব্য হিসেবে গন্য হয়ে থাকে।Embora a temática migratória cresça em importância no Brasil, e ele se firme como um país de trânsito e destino de imigrantes, o estudo da OIM mostra que seus habitantes continuam migrando para outros países.
28আইওএমের গবেষণায় দেখা গেছে, ব্রাজিলিয়ানরা নিজেরাও অন্যান্য দেশে অভিবাসন নিচ্ছেন।De acordo com a OIM, o Brasil é o país latino que mais envia migrantes para a Europa, seguido da Colômbia, do Peru e do Equador.
29আইওএমের তথ্য মতে, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল থেকেই সবচে' বেশি সংখ্যক মানুষ ইউরোপে অভিবাসী হন।
30এরপরের দেশগুলোর মধ্যে রয়েছে কলম্বিয়া, পেরু এবং ইকুয়েডর।
31তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রাজিলই সবচে' বেশি পরিমাণ রেমিটেন্স পেয়ে থাকে (১.Também é o que mais recebe remessas vindas da União Europeia (US$ 1,596 bi), respondendo por 22% do total enviado à America Latina (dados fechados de 2012).
32৫৯৬ বিলিয়ন মার্কিন ডলার)।Clique aqui para baixar o estudo (em espanhol)
33যা লাতিন আমেরিকার মোট রেমিটেন্সের ২২ শতাংশ (২০১২ সালের তথ্য)।
34গবেষণা প্রতিবেদনটি ডাউনলোড করতে ক্লিক করুন (স্প্যানিশ ভাষায়)। .