Sentence alignment for gv-ben-20110605-17836.xml (html) - gv-por-20110704-22418.xml (html)

#benpor
1সিরিয়াঃ শিশুদের ভবিষ্যতের জন্য প্রতিবাদSíria: Crianças protestam pelo seu futuro
2এই প্রবন্ধটি সিরিয়ার প্রতিবাদ বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।Esse post é parte de nossa página de cobertura especial Syria Protests 2011 [en].
3হৃদয় বিদারক বেশ কিছু ধারাবাহিক ভিডিও- যে গুলোতে সিরীয় সরকারের শিকার সবচেয়ে কনিষ্ঠ নাগরিকরা তাদের কথা জানাচ্ছে, সে গুলো এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে। দেশটির শাসক বাসার আল আসাদের শাসনের বিরুদ্ধে আয়োজিত চলতে থাকা বিপ্লবের এই ঘটনার সময় তারা এবং তাদের পরিবার দিনে এবং রাতে যে সব ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছে তার বিস্তারিত বর্ণনা এইসব ভিডিওতে প্রদান করা হয়েছে।As mais jovens vítimas da Síria estão desabafando em uma série de vídeos de partir o coração que está sendo publicada no YouTube, detalhando os horrores que essas crianças e suas famílias estão enfrentando nos dias e noites da revolução contra o regime de Bashar Al Assad.
4আজ শুক্রবারের বিক্ষোভ (৩ জুন, ২০১১), সিরিয়ার শিশু এবং তাদের ভবিষ্যতের জন্য উত্সর্গ করা হয়েছে।Os mais recentes protestos foram dedicados às crianças da Síria.
5টুইটারে, @রেভেল্যুশনসিরিয়া জানাচ্ছে:No Twitter, @RevolutionSyria observa:
6এমনকি #সিরিয়ার শিশুরাও #বাসারের ট্যাঙ্ককে ভয় পায় না।Nem as crianças na #Síria estão com medo dos tanques de #Bashars.
7এ রকম কিছুর জন্য সাহস বা বীরত্বের চেয়ে বেশী কিছুর প্রয়োজন…।http://fb.me/12T47y0MlÉ preciso mais do que coragem ou bravura para tanto http://fb.me/12T47y0Ml
8এই ভিডিও, ফানসিরিয়া যার লিঙ্ক যুক্ত করেছে, সেটিতে দেখাচ্ছে যে বানিয়ার একদল শিশু সামরিক যানের সামনে দাঁড়িয়ে আছে। এই ভিডিওতে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে:O link para o vídeo, de autoria de fnnsyria, mostra crianças na cidade de Baniyas em pé, na frente de veículos blindados, sendo que tiros podem ser ouvindos ao fundo:
9http://www.youtube.com/watch?http://www.youtube.com/watch?
10v=taeS_UX_PsYv=taeS_UX_PsY
11এই ভিডিওটি, সিরিয়াএন্ডসিরিয়া ইন্টারনেটে উঠিয়ে দিয়েছে, এখানে দেখা যাচ্ছে শিশুরা বিপ্লবের সময় তাদের বেদনা এবং যন্ত্রণার কথা বলেছে।Esse vídeo, enviado por Syriaandsyria, mostra crianças falando de suas tragédias e sofrimentos durante a revolução (legendado em inglês):
12এর সাথে ইংরেজী সাবটাইটেল বা অনুবাদ রয়েছে: কারদিশসিরিয়ান-এর এই ভিডিওটিতে , অনেক শিশুকে এক বিক্ষোভে স্লোগান দিতে দেখা যাচ্ছে: “সিরিয়া!Já nesse vídeo, feito por kurdishsyrian, muitas crianças são vistas em um protesto, cantando “Síria!
13স্বাধীনতা!”Liberdade!”.
14তারা একই সাথে সিরিয়ার নাগরিকদের আহবান জানাচ্ছে, যেন তারা শিশুদের পাশে এসে দাঁড়ায় এবং আসাদ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে:
15এই প্রবন্ধটি সিরিয়ার প্রতিবাদ বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।Elas também incitam os cidadãos sírios a levantarem-se e protestarem contra o regime de Assad: