# | ben | por |
---|
1 | রাইজিং ভয়েসেসের আমাজেনিয়া প্রকল্পের ঘোষণা | Anunciando o Projeto Amazônia do Rising Voices |
2 | দক্ষিণ আমেরিকা জুড়ে ছড়িয়ে থাকা আমাজন সম্প্রদায়েরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেগুলোর মধ্যে আছে বনভূমি ধ্বংস, সামান্য বা কোন রকম পূর্বনির্ধারিত পরামর্শ ছাড়াই অবকাঠামো প্রকল্প এবং জীবনের বিভিন্ন অনন্য সাংস্কৃতিক দিকগুলোর উপর হুমকি। | |
3 | আমাজন বনাঞ্চলটি দক্ষিণ আমেরিকার নয়টি দেশ জুড়ে বিস্তৃত। এত বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়ানো বলে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং সনাতন সাংবাদিকদের কাছে বেশ আগ্রহের বিষয়। | Graças ao apoio generoso da Avina Americas, Fundación Avina e Skoll Foundation, o Rising Voices vai começar a trabalhar diretamente com comunidades da região amazônica que queiram contar sua própria história e ter participação online ativa com o uso de uma variedade de ferramentas de mídias digitais. |
4 | এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এখন অনলাইনের বিভিন্ন নাগরিক প্রচার মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যাপকভাবে উঠে আসছে। এখনও এই অঞ্চলে এসব বাস্তবতার মুখোমুখি হওয়া এই সম্প্রদায়গুলোর এমন অনেক গল্প আছে যেগুলো সম্পর্কে কথা বলা উচিৎ। | Através da competição de micro-bolsas e do programa de orientação, vamos financiar e apoiar até seis projetos em toda a região, ajudando a engajá-los em sua própria comunidade com uso de mídia digital cidadã, como forma de compartilhar o que é importante para eles conectando-os a redes locais, regionais e globais. |
5 | আমাজোনিয়া, ব্রাজিল। | |
6 | ছবি আন্দ্রে ডিক এর। | Amazônia, Brasil. |
7 | সিসি বাই ২. ০ লাইসেন্সের আওতায় ব্যবহৃত | Foto: Andre Deak (sob licença CC BY 2.0). |
8 | রাইজিং ভয়েসেস নাগরিক প্রচার মাধ্যম টুলসগুলো ব্যবহার করে স্থানীয় সম্প্রদায়গুলোকে ডিজিটাল গল্প বলার মাধ্যমে তাদের নিজেদের লেখা গল্পগুলোকে শেয়ার করার একটা সুযোগ তৈরি করে দেয়। | Desflorestamento, projetos de infraestrutura com pouca ou nenhuma consulta prévia, e ameaças a formas de vida únicas são apenas alguns dos desafios enfrentados pelas comunidades amazônicas na América do Sul. |
9 | বিনামূল্য এবং সহজে ব্যবহারযোগ্য টুলসগুলো সচরাচর পাওয়া যাচ্ছে। সাধারণ নাগরিকেরা এগুলোর মাধ্যমে সহজেই তাদের গল্পগুলোকে স্থানীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ের সাথে সংযুক্ত করতে পারছে। | Enquanto a Amazônia, região que abrange nove países sul-americanos, se tornou um rico tema para acadêmicos, pesquisadores e jornalistas tradicionais, essas questões importantes também estão sendo abordadas em meios cidadãos online e nas redes sociais. |
10 | এটা সত্যি যে বেশির ভাগ আমাজন সম্প্রদায় এখনও যোগাযোগের জন্য অনলাইনে পুরোপুরি অংশগ্রহণ করতে প্রয়োজনীয় অবকাঠামো পাচ্ছে না। | |
11 | আরও অনেক সম্প্রদায় আছে যারা ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার পথ খুঁজছে। | Ainda assim, há muito mais histórias que merecem ser contadas, pelas vozes das próprias comunidades enfrentando essas realidades. |
12 | স্থানীয় বিভিন্ন এনজিও, সাম্প্রদায়িক পাঠাগার এবং স্থানীয় সাইবার ক্যাফেগুলো অধিবাসীদের অনলাইন হওয়ার কিছু সুযোগ প্রদান করছে। | Como pudemos perceber em nosso trabalho no Rising Voices, ferramentas de mídia cidadã fornecem oportunidades para comunidades locais compartilharem suas próprias narrativas através de meios digitais para contar histórias. |
13 | কিছু কিছু জায়গায় অধিবাসীরা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমেও বিভিন্ন ধরনের সেলুলার ডিভাইসের সাহায্যে ইন্টারনেটে প্রবেশ করতে পারে। | Ferramentas gratuitas e fáceis de usar estão acessíveis em todas as partes da rede e permitem a cidadãos comuns a oportunidade de conectar-se a nível local, regional e global. |
14 | বিচিত্র এই অঞ্চল থেকে আসা ব্যাপক সংখ্যক ডিজিটাল প্রচারসূচীর সংখ্যা বাড়ার সাথে সাথে এখানে আরও অনেক সম্প্রদায় আছে যারা এই অনলাইন কথোপকথনে অংশ নিতে চায়। রাইজিং ভয়েসেস আমাজোনিয়া | Se por um lado é verdade que muitas comunidades amazônicas ainda não possuem a infraestrutura necessária de telecomunicações para iniciarem sua participação online, há cada vez mais comunidades encontrando formas de se comunicarem através da internet. |
15 | আভিয়ানা আমেরিকা, ফাউন্ডেশন আভিয়ানা এবং স্কোল ফাউন্ডেশনের উদার সহায়তার জন্য ধন্যবাদ। | ONGs locais, bibliotecas comunitárias e cybercafés têm providenciado aos moradores da região, oportunidades de se conectarem online. |
16 | রাইজিং ভয়েসেস আমাজন অঞ্চলের সেই সব সম্প্রদায়ের সাথে সরাসরি কাজ করতে চায়, যারা তাদের নিজস্ব গল্প বলতে এবং ডিজিটাল মিডিয়া সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে আরো সক্রিয়ভাবে অনলাইন ব্যবহার করতে চায়। | Em alguns lugares, redes móveis também permitem aos moradores terem acesso a internet através de uma larga variedade de aparelhos celulares. Com o crescimento no conteúdo digital produzido nesta região tão diversa, há ainda muitas comunidades querendo tomar parte na conversação online. |
17 | একটি ক্ষুদ্র অনুদান প্রতিযোগিতা এবং একটি মেন্টোরিং প্রোগ্রামের মাধ্যমে আমরা সেই অঞ্চলের সর্বোচ্চ ছয়টি প্রকল্পকে অর্থায়ন এবং সহযোগিতা করব, যারা তাদের নিজেদের স্থানীয় সম্প্রদায়কে ডিজিটাল নাগরিক মিডিয়া ব্যবহার করতে সাহায্যের জন্য নিয়োজিত রেখেছে। | Fique ligado no anúncio oficial para o lançamento da competição de micro-bolsas, no mês de maio, que vai destacar o processo de eligibilidade, orientação e inscrição. Vamos compartilhar informações através de nossa lista de e-mails, do blog do Rising Voices e em nossas contas no Twitter (@risingvoices) e Facebook. |
18 | স্থানীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কি জরুরী তা শেয়ার করার এটি একটি উপায়। | Enquanto isso, se você já trabalha sobre ou na região amazônica e estiver interessado em fazer parte deste projeto ou conhece comunidades interessadas, por favor preencha este rápido formulário de informação. Nós o notificaremos assim que a chamada aberta para propostas começar. |