Sentence alignment for gv-ben-20100201-9101.xml (html) - gv-por-20100115-5640.xml (html)

#benpor
1থাইল্যান্ড: ‘আমরা সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে বিরক্ত’Tailândia: “Estamos cansados do Ministério da Cultura”
2“আমরা সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে বিরক্ত”“Estamos cansados do Ministério da Cultura da Tailândia”
3উক্ত শিরোনামে ফেসবুকের এক ফ্যান পাতা তৈরি করেছেন সেই নেট নাগরিকেরা যারা থাইল্যান্ডের সংস্কৃতি মন্ত্রণালয়ের পদ্ধতি আর নীতির সমালোচনা করছেন।Esta página de fãs no Facebook foi criada por internautas que estão criticando os métodos e as políticas do Ministério da Cultura da Tailândia.
4মন্ত্রণালয় আসল থাই সংস্কৃতি তুলে ধরার ব্যাপারে কঠোরতা অবলম্বন করছে বিভিন্ন নতুন আর পুরানো মিডিয়া সাইটে।O Ministério tem sido rigoroso na promoção e acompanhamento da cultura tailandesa autêntica em sites da mídia de massa e da nova mídia.
5এই লেখা পর্যন্ত এই ফেসবুক পাতায় ২৮৫৭ জন ফ্যান যুক্ত হয়েছে।Até o momento, a página tem 2.857 fãs.
6ফেসবুকের পাতাতে সাড়া ছিল একটা আলোচনা থ্রেড নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বাড়াবাড়ি প্রতিক্রিয়ার ব্যাপারে যা তাদের একজন সহকর্মী জনপ্রিয় ওয়েব পোর্টাল পান্তিপে শুরু করেছিলেন।A página do Facebook foi também uma resposta à reação exagerada de funcionários do Ministério à um tópico de discussão iniciado por um de seus funcionários no popular portal da web Pantip.
7উক্ত কর্মীর ইচ্ছা ছিল মন্ত্রণালয়ের কাজের ব্যাপারে মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া জানা।A intenção da equipe era solicitar o feedback das pessoas sobre o desempenho do ministério.
8এই ওয়েব ফোরাম মনোজ্ঞ এক আলোচনার অবতারণা করে, যার মধ্যে মন্ত্রণালয়ের কাজ সম্পর্কে গঠনমূলক সমালোচনা ছিল।O fórum gerou um debate interessante, incluindo críticas construtivas sobre o trabalho do ministério.
9কিন্তু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কিছু খারাপ মন্তব্য ভালো লাগে নি।Mas funcionários do ministério não gostaram dos comentários negativos.
10তারা বাধ্য করে তার নিজের কর্মীর পরিচয় জানিয়ে ক্ষমা প্রার্থনা করার জন্য।O ministério forçou seu próprio funcionário a revelar sua identidade e emitir um pedido público de desculpas.
11সাম্পান রুক্সা, মন্ত্রণালয়ের যে কর্মী এই অনলাইন থ্রেড শুরু করেছিলেন, তার কাজের জন্য ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখেছেন।Sampan Ruksa, o funcionário do ministério que iniciou a discussão online, escreveu uma carta de desculpas por seus atos.
12তিনি শুরু করেছেন জানিয়ে যে পান্তিপে ওয়েব আলোচনা শুরু করে তিনি মন্ত্রণালয়কে অপমান চান নি যেহেতু এটা একটা জনপ্রিয় আর বিশ্বস্ত ওয়েবসাইট। পান্তিপ উপরের সারির সংস্থা, উচ্চ মানের থাই ওয়েব বোর্ড।Ele começou por apontar que não queria causar desrespeito ao ministério por iniciar uma discussão na Internet no Pantip, uma vez que é um website popular e confiável.
13ওয়েব বোর্ডের সদস্যদেরকে জাতীয় সনাক্তকরন নম্বর বা আইপি ঠিকানা দেখাতে হয়।O Pantip é um fórum tailandês de alta qualidade.
14এই ওয়েব বোর্ডের আলোচনা অন্যান্য ওয়েব বোর্ডের আলোচনার থেকে অনেক ভদ্র। সাম্পান তার উর্ধ্বতন কর্মকর্তা আর মন্ত্রণালয়ের সহকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন:Os indivíduos que respondem no fórum são membros do site, e que devem apresentar o número do cartão de identidade nacional ou mostrar o seu endereço de IP.
15আমি, জনাব সাম্পান রুক্সা, ওয়েব বোর্ড পান্তিপ.Discussões neste fórum são mais corteses do que em outros fóruns.
16কম, লার্ন ধাম সেওয়ানা আর এম থাই এ আলোচনা শুরু করি।Sampan pediu desculpas aos seus superiores e colegas de ministério:
17আমি গত মাসের শুরতে লার্ন ধাম সেওয়ানার প্রশাসকের সাথে যোগাযোগ করেছি থ্রেডটা মুছে ফেলার জন্য। আমি বিশ্বাস করি যে আমার কাজ সংস্কৃতি নিরীক্ষা অফিসের কোন উপকারে আসে নি, আর আরো খারাপ, সেখানে যারা কাজ করে তাদের অস্বস্তির কারন হয়েছে।Acredito que minhas ações não tiveram nenhum benefício para o Escritório de Monitoramento Cultural (Cultural Monitoring Office), e pior, causou desânimo e desconforto para os membros da equipe que trabalham no órgão.
18আমি স্বীকার করছি যে আমার কাজ আমার অজ্ঞতা, অনভিজ্ঞতা, বোকামি আর কাজের প্রক্রিয়া পুরোপুরি না বোঝার ফলে হয়েছে।Eu, portanto, aceito que minhas ações foram devido à minha ignorância, inexperiência e insensatez, e uma incompleta compreensão de seu processo de trabalho.
19তার সাথে আমি আমার উর্ধ্বতনদের সাথে পরামর্শ না করে কাজ করেছি, আমার কাজের বাইরে কাজ করেছি, বিচার না করে আর সঠিকভাবে না, কারন বাইরের লোককে অফিসের কাজের সমালোচনা করার অধিকার দিয়েছি নিবীড়ভাবে, এমনকি ব্যক্তিগতভাবেও সমালোচনা করা হয়েছে।Além disso, agi sem consultar meus superiores, agi além de minhas funções, sem julgamento, e de forma inadequada, permitindo que o público externo criticasse tão intrusivamente o trabalho do Escritório, a ponto de criticar indivíduos específicos.
20তাই আমি, যে এই ক্ষতি করেছি, এর দায় নিচ্ছি, স্বীকার করছি যে আমার কাজ বুদ্ধিহীন ছিল।Assim, eu, sendo aquele que causou o dano, declaro assumir a responsabilidade, admitindo que minhas ações foram inconscientes.
21আমি সংস্কৃতি নিরীক্ষা অফিসের প্রতিটি কর্মীর কাছে ক্ষমা প্রার্থনা করছি।Peço desculpas a cada membro da equipe do Escritório de Monitoramento Cultural.
22আমি বুঝতে পেরেছি যে প্রত্যেক কর্মীর নীতি আর কাজ আমাদের সমাজ আর জাতির উপকারের জন্য।Eu percebo que as políticas e os esforços de cada membro da equipe beneficiam a nossa sociedade e nação.
23তারা কর্মনিষ্ঠ আর কঠোর, কষ্ট আর ক্লান্তি সহ্য করছেন, আর তাদের কাজের প্রতি খুবই নিবেদিত।Eles são determinados e diligentes, resistentes à dificuldades e fadiga, e são muito dedicados ao seu trabalho.
24আমি খুবই দু:খিত।Estou extremamente aflito.
25কোং রিথডি, তার ব্যাঙ্কক পোস্ট ব্লগে, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মন্তব্যকে তিরস্কার করেছেন:Kong Rithdee, em seu blog Bangkok Post, criticou as reações dos funcionários do ministério
26মন্ত্রণালয়ের রক্ষণশীল দল-যেটা সংখ্যাগরিষ্ঠ- যত বেশী দেখানোর চেষ্টা করবেন তাদের দু:খজনক অক্ষমতা দেখার তাদের তৈরি ‘নীতি' আর ‘মূল্যবোধের' ঘেরাটোপের বাইরে কি হচ্ছে, তত তারা হতাশা আর মৌলিকতার আগুনে ইন্ধন যোগাবেন।
27তারা যত সেন্সর করতে চাইবেন, তত মানুষ আড়ালে প্রতিশোধ নিতে ষড়যন্ত্র করবে- আর প্রযুক্তির শক্তি তাদের দিকে থাকবে।
28বেচারা মন্ত্রণালয়।Pobre ministério.
29তারা এখনো বুঝতে পারছেন না যে সব থেকে গুরুত্বপূর্ণ সংস্কৃতি হল গঠনমূলক সমালোচনা আর মুক্ত ভাষ্যের সংস্কৃতি।Eles ainda não entenderam que a cultura mais importante é a cultura da crítica construtiva e livre expressão.
30ফেসবুক পাতায় মন্তব্য করতে গিয়ে, নাতনারি উরিয়াপোংসোন এই পরামর্শ দিয়েছেন:Comentando na página do Facebook, Natnaree Uriyapongson dá este conselho:
31সংস্কৃতি মন্ত্রণালয়ের চোখ বন্ধ না রেখে আমাদের দেশে ভরে থাকা দেহপরাসিনীদের ব্যাপারে কিছু করা উচিৎ অথচ একে তুলে ধরে তারা আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছেন!!O Ministério da Cultura deve fazer algo sobre as muitas prostitutas aglomerando nosso país, em vez de fechar os olhos e usá-las para “ajudar e promover” a nossa economia!
32থাইল্যান্ডের নাগরিকরা একটা হটলাইনে ফোন করে অভিযোগ করতে পারেন সেইসব চিত্র বা অনুষ্ঠানের ব্যাপারে যা থাই সংস্কৃতি তুলে ধরে না।Na Tailândia, os cidadãos podem discar um número para se queixarem de imagens, espetáculos e eventos que não representam a cultura tailandesa.
33থাই ফিল্ম জার্নাল জানিয়েছে:O Thai Film Journal relata:
34১৭৬৫ নম্বরে ফোন করুন।“Disque 1765.
35থাইল্যান্ডে এই নাম্বারে ফোন করতে হবে যদি আপনি অসঙ্গতিপূর্ণ কিছু দেখেন- থাই পোশাক না পরা সুন্দরী, বক্ষদেশের কাপড় সরে যাওয়া, আপত্তিকর প্রেমের গান বা কোন চলচ্চিত্র-কোন কিছু যা আপনি মনে করেন সমাজে, জাতির জন্য আর ‘দারুন থাই সংস্কৃতির' জন্য বাধা হিসেবে আসছে। থাইল্যান্ডের ‘সংস্কৃতি পুলিশ বাহিনী' দেশব্যাপী ৪৮২৫ নেটওয়ার্কের মধ্য থেকে ১.Na Tailândia, este é o número a ser discado se você ver ou ouvir qualquer coisa que possa ser considerado inadequada - rainhas de beleza em trajes não-tailandeses, nipple slips (top less), filmes ou canções de amor ofensivas - qualquer coisa que você pense que dificulta o desenvolvimento social, a Nação e a “encantadora cultura tailandesa”.
36৩ মিলিয়ন স্বেচ্ছাসেবী দিয়ে গঠিত যারা বিভিন্ন টিভি অনুষ্ঠান, ওয়েবসাইট আর মিডিয়া অনুষ্ঠান দেখে থাকেন মনিটর করার জন্যে যে সেগুলো থাই সংস্কৃতিকে অপমান আর ক্ষতি করে কি না।A “força policial de cultura” na Tailandia é composta de 1,3 milhões de voluntários de 4.825 redes de todo o país que acompanham programas de TV, sites e eventos midiáticos que ofendem e prejudicam a cultura tailandesa.