Sentence alignment for gv-ben-20120819-29860.xml (html) - gv-por-20120808-33904.xml (html)

#benpor
1ব্রাজিল: যৌন উত্তেজক রিপোর্ট অলিম্পিক কভারেজকে কলংকিত করেছেBrasil: Cobertura das Olimpíadas Manchada por Comentários Machistas
2এই পোস্টটি আমাদের লন্ডন ২০১২ অলিম্পিক সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।Esta postagem é parte da nossa cobertura especial Jogos Olímpicos de Londres 2012 [en].
3এই অলিম্পিকে ব্রাজিলে বর্তমানে প্রধান প্রধান খেলাগুলো যেভাবে সম্প্রচারিত এবং প্রতিবেদিত হয়েছে তাতে মূলধারার মিডিয়াগুলোতে মহিলা ক্রীড়াবিদদের উপস্থাপন সম্পর্কিত বৃহত্তর সচেতনতা নাগরিক মিডিয়াতে বিতর্কের জন্ম দিয়েছে।No Brasil, o aumento da consciência sobre como a grande mídia conduz a cobertura das atletas que participam das Olimpíadas abriu espaço para debate na mídia cidadã, desafiando a forma atual de transmissão e repercussão de grandes eventos.
4এটিভিসমো ডি সোফা (অ্যাক্টিভিস্টদের সোফা) [পর্তুগীজ ভাষায়] ব্লগের মন্তব্যে সংবাদ [পর্তুগীজ ভাষায়] প্রতিবেদনে একজন অস্ট্রেলীয় সাঁতারুকে বেশি ওজনের বলা হয়েছে।O blog Ativismo de Sofá analisou notícias dando conta de que uma nadadora australiana estaria acima do peso.
5একজন পুরুষ সাংবাদিক এবং ব্রাজিলের মহিলা ফুটবল দলের সমর্থকদের মধ্যেকার টুইটার বিতর্ক ছাড়াও ব্লগ পোস্টটি ক্রীড়াবিদদের পোশাক সম্পর্কে মন্তব্যের বিষয় উল্লেখ করেছে:Além de citar uma controvérsia no Twitter entre um jornalista e apoiadores da seleção feminina de futebol, o blog seguiu comentando a questão em torno dos uniformes das atletas:
6মূলধারার মিডিয়া পুরুষ এবং মহিলা ক্রীড়াবিদদের যেমন কাভারেজ দিয়েছে।A cobertura da grande mídia como ela é: para eles, para elas.
7সিসি বাই-এনসি-এসএ ২. ৫ এর আওতাতায় জর্নালিজমো বি থেকে নেয়া।Imagem publicada em Jornalismo B, sob licença CC BY-NC-SA 2.5.
8খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণকে সমালোচনা করা [যৌন] অভিযোগের একটি অংশ।Essa objetificação passa pela desvalorização do esporte feminino.
9উদাহরণস্বরূপ, আমি এ পর্যন্ত অনেক বার শুনেছি যে পুরুষ ভলিবল দলটি মহিলাদের তুলনায় ভাল।Não foram poucas as vezes em que ouvi, por exemplo, que o vôlei masculino é melhor que o feminino.
10অথবা পুরুষ ফুটবল দলটি মহিলাদেরটির উপর প্রভূত্ব করে, ইত্যাদি ইত্যাদি। ফলে মহিলাদের খেলাধুলা পুরুষদের মতো আকর্ষণীয় না হলে, এখনো তারা কীভাবে এটা চালিয়ে যাচ্ছে বিশেষকরে আর্থিকভাবে?Ou que o futebol masculino é superior ao feminino e etc. Então se o esporte feminino não tem tantos atrativos quanto o masculino, o que o torna viável, inclusive financeiramente?
11সে যোগ্যতাটা হল ক্রীড়াবিদদের দেহ।O corpo da atleta.
12অন্ততঃ সেটাই খেলাধূলার মিডিয়ার একটা অংশ বিশ্বাস করে বলে মনে হয়, যখন নাকি ক্রীড়াদক্ষতা প্রদর্শন এবং সীমা ছাড়িয়ে যাওয়াটাই খেলার সেরা তারকা হওয়া উচিৎ।Ao menos é isso que parece pensar uma parte da mídia esportiva, quando o esporte e a superação deveriam ser as estrelas dos Jogos.
13জর্নালিজমো বি (বি সাংবাদিকতা) [পর্তুগীজ ভাষায়] অন্য আরেকটি ব্লগ পোস্টে রিপোর্ট করেছে ব্রাজিলীয় সাংবাদিকদের কাছে কীভাবে “মহিলা ক্রীড়াবিদের মহান অর্জনের ভূমিকা”র দৃষ্টিকোণ এবং দলটির ধারাবাহিক খেলাগুলোকে বাদ দিয়ে ব্রাজিল হ্যান্ডবল দলের গোলরক্ষক যৌন উপস্থাপনা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।Em outra postagem, o blog Jornalismo B relata como a orientação sexual da goleira da seleção feminina de handball tornou-se uma prioridade para os jornalistas brasileiros, levando-os a deixar de lado a perspectiva “da grande atuação da goleira” e da série de partidas que o time vinha jogando.
14মাসিজমো স্যাতো ডি সাদা দিয়া (বিরক্তিকর দৈনিক পৌরুষ প্রদর্শনী) [পর্তুগীজ ভাষায়] পোস্ট অলিম্পিয়াদাস দো মাসিজমো (পুরুষালি অলিম্পিক) অলিম্পিকের মহিলা ক্রীড়াবিদদের উপর প্রতিবেদনগুলোকে “অ-সংবাদ” হিসেবে শ্রেণীকরণ করেছে।Machismo chato de cada dia, na postagem Olimpíadas do Machismo, classificou as notícias focadas na beleza das atletas olímpicas como “não-notícias”.
15পোস্টটিতে আরো বলা হয়েছে:Sobre essa cobertura, complementou:
16নারী ও পুরুষদের প্রতি আমাদের মর্যাদাহানিকর দৃষ্টিভঙ্গী বিশেষতঃ বছরের পর বছরের ধরে তাদের দীর্ঘ প্রশিক্ষণের পর যে সব মহিলা ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় তাদের দেশের প্রতিনিধিত্ব করছে তাদের এখন কেবল কম বা বেশি ওজন, তাদের কেশ সজ্জা, হাসি এবং অবশ্যই: তাদের পশ্চাদদেশে পর্যবসিত করে ফেলেছে।Um espetáculo de desrespeito com tod@s nós, mas principalmente com elas, mulheres que entraram na competição representando seus países após anos de esforço e resumidas a quilos a mais/menos, cabelos, sorrisos, e claro: bundas.
17ডেরিতোস ফুন্দামেন্তাইজ এলজিবিটি (লেসবিয়ান, সমকামী, উভকামী, বহুগামীদের মৌলিক অধিকার) [পর্তুগীজ ভাষায়] ব্লগ তাদের বিভিন্ন ধরনের মানবাধিকার আলোচনায় নারী, সমকামী এবং ক্রীড়া সম্পর্কিত বৈষম্যের বিষয় বিস্তারিত তুলে ধরেছে:O blog Direitos Fundamentais LGBT, discutindo direitos humanos em suas várias manifestações, aprofundou a reflexão sobre as questões que envolvem mulheres, homossexuais e esportes:
18… একটি বাঁধাধরা চালচিত্রের উপর প্রতিষ্ঠিত দৈহিক শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে বৈষম্যটি পুরুষদের [নারীদের উপর প্রভুত্বের] এই ধরনের পরিচয়জনিত সাংস্কৃতিক চর্চাকে আরো জোরদার করে তোলে।…a discriminação na Educação Física e no esporte é construída em cima de uma imagem estereotipada que reforça a identidade masculina dessas práticas culturais.
19আর তাই সমকামীতা এবং নারীত্বকে নেতিবাচক নির্দেশনা হিসেবে দেখা হয়ে থাকে।Logo, a homossexualidade e a feminilidade são utilizadas como referências negativas.
20পিলুলাস ডায়ারিয়াস (দৈনিক পিল) [পর্তুগীজ ভাষায়] ব্লগ অনুসারে অলিম্পিকে মহিলাদের উপস্থিতি “পুরুষের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছে।”Para o blog Pílulas Diárias, a presença de mulheres nas Olimpíadas “representa um desafio à autoridade masculina”.
21কাণ্ডজ্ঞান কে প্রশ্ন করার আরো একটি উপাদান যোগ করে লেখক পুরুষ এবং নারীদের দলের মধ্যেকার বিভাজনের পিছনের যুক্তিটি আলোচনা করেছেন:Adicionando novos argumentos para questionar o senso comum, o autor discute a lógica por trás da divisão entre times masculinos e times femininos:
22ছেলেদের থেকে মেয়েদের আলাদা করে খেলানোর ধারনা মানুষের সহজাত প্রকৃতি থেকে উদ্ভুত কিছু নয়।A ideia de que meninos jogam num lugar e meninas em outro não é algo inerente à natureza humana.
23(বরং) এটি একটি সামাজিক আরোপ মাত্র।É uma imposição social.
24এটা পরিষ্কার যে সবসময় বিভিন্ন ধরনের ক্রীড়াবিদ থাকবে কিন্তু তার মানে এই নয় যে এই পার্থক্যটি অবশ্যই লিঙ্গ সংক্রান্তই হতে হবে।Claro que sempre haverá tipos diferentes de atletas, mas nada obriga que o critério tenha que ser o de gênero.
25কেন শক্তিমত্তা, ওজন, দ্রুততা বিবেচনা করা হয় না?Por que não considerar a força, o peso, a agilidade?
26লিঙ্গভিত্তিক বিভাজন নির্বিচার বিভাজন।A divisão com base no sexo é arbitrária.
27এবং এটা আমাদেরকে বিভক্ত রাখা এবং আমরা যে একে অন্য থেকে আলাদা সেটা মনে করিয়ে দেয়ার আরেকটি হাতিয়ার মাত্র।E é mais uma forma de nos dividir e nos faz sentir diferentes uns das outros.
28Esta postagem é parte da nossa cobertura especial Jogos Olímpicos de Londres 2012 [en].