# | ben | por |
---|
1 | স্পেনঃ সাংবাদিক গ্রেফতার এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে | Espanha: Journalista Detido e Manifestações Restringidas |
2 | স্পেনের ১৫এম আন্দোলন যা আরো গণতান্ত্রিক পদ্ধতির দাবীতে হাজার হাজার মানুষকে রাস্তায় নিয়ে এসেছে, সেটি এক নতুন মাত্রা লাভ করেছে। | O movimento espanhol 15M [15 de Maio], que levou milhares de pessoas às ruas exigindo um sistema mais democrático, entrou agora numa nova fase. |
3 | কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ২ আগস্টের পর থেকে আর কোন বিক্ষোভ প্রদর্শন করতে দেবে না এবং এরপর তারা একত্রিত হওয়ার পথ বন্ধ করার মধ্য দিয়ে বিক্ষোভ প্রদর্শন বন্ধের চেষ্টা করে। | A 2 de Agosto, as autoridades decidiram impôr restrições às manifestações e desde então têm tentado prevenir que os “indignados” se encontrem, bloqueando para isso o acesso a espaços públicos e permitindo acções policiais violentas. |
4 | নাগরিকরা যাতে উন্মুক্ত স্থানে জমায়েত না হতে পারে সে জন্য তারা উন্মুক্ত স্থান বন্ধ করে দিয়েছিল এবং গণ জমায়েতের উপর পুলিশ হামলা চালিয়েছিল। | No dia 4 de Agosto foi organizado um encontro na principal praça de Madrid, Puerta del Sol, o epicentro dos protestos cujo acesso tem estado restringido desde 2 de Agosto. |
5 | ৪ আগস্ট-এ মাদ্রিদের প্রধান কেন্দ্রে পুয়ের্টা দেল সোল-এ, এক সমাবেশের আয়োজন করা হয়েছিল, এই এলাকাটি হচ্ছে বিক্ষোভের কেন্দ্র। কিন্তু ২ আগস্ট থেকে এই এলাকায় কোন ধরনের বিক্ষোভ সমাবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। | Tanto o metro como o comboio que normalmente param na Puerta del Sol receberam ordens para não pararem ali naquele dia, onde também se encontrava uma forte presença da polícia de forma a garantir que o movimento 15M não se reuniria. |
6 | পাতাল রেল এবং কমিউটার ট্রেন যে গুলো সাধারণত পুয়ের্টা দেল সোল-এ থামত, সেগুলোকে এই দিনে উক্ত স্টেশনে না থামার আদেশ প্রদান করা হয়েছিল এবং সংখ্যায় প্রচুর পুলিশের উপস্থিতির মধ্যে দিয়ে নিশ্চিত করা হয়েছিল যে ১৫ এম নামক আন্দোলনের কর্মীরা যেন সেখানে সমাবেত না হতে পারে। | |
7 | হটাৎ করে টুইটার এতে এক ধরনের প্রতিক্রিয়ায় ভরে যায়: | De repente o Twitter foi inundado de reacções como: |
8 | @আলবেরারেসে, স্প্যানিশ টিভি বলছে “বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শনের প্রাণকেন্দ্রে পৌছার চেষ্টা করছে, পুলিশ যা রক্ষা করছে”। | @alberarce A @RTVE [televisão espanhola] diz “os indignados tentam chegar à [Puerta del] Sol, que está defendida pela polícia.” |
9 | কার কাছ থেকে এটিকে “রক্ষা” করছে? | “Defendida” de quê? |
10 | #প্লাজাতোমাদো#পেরিওদিসমো | #plazatomada (praça tomada) #periodismo (jornalismo) |
11 | উৎস: জিএলবি | Fonte: glb |
12 | সে দিনে, ধীরে ধীরে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে এবং তার পরের দিন পর্যন্ত তা বজায় থাকে, যখন বিক্ষোভকারীরা মাদ্রিদের পাসেও দে লা ক্যাস্টেলানা নামক এলাকায় সমবেত হয়। | A tensão cresceu durante esse dia e o seguinte, quando os manifestantes se encontraram no Paseo de la Castellana em Madrid. |
13 | সে সময় এই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং পুলিশ বিক্ষোভকারীদের উপর চড়াও হয়। | A pesada presença policial culminou com carga em cima dos protestantes. |
14 | এই ভিডিও যা ইন্টারনেটে ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছে, সেটি প্রদর্শন করছে যে সাংবাদিক গোরকা রামোস (যে কিনা স্প্যানিশ সংবাদপত্র সাইট লা ইনফরমাসিওন-এ কর্মরত রয়েছেন) যখন এই ঘটনার সংবাদ টুইট করছিলেন তখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং এর পর পর পুলিশ তাঁকে প্রহার করে (ভিডিওতে ঠিক ৮ মিনিটের সময় তা ধরা পড়ে)। | Este vídeo, que tem sido amplamente partilhado online, mostra o jornalista Gorka Ramos (que trabalha para o site noticioso espanhol La Información) a ser abordado pela polícia enquanto tuitava os eventos, e a ser espancado logo a seguir (ao minuto 8). |
15 | পুলিশের ভাষ্যমতে, পুলিশ কর্মকর্তাকে অপমান এবং তাদের মুখে থু থু ছোঁড়ার দায়ে রামোসকে অপমান করেছে। . | Segundo a polícia, Ramos foi detido por ter insultado e cuspido os agentes. |
16 | রামোসের গ্রেফতারের ঘটনায় সকল সামাজিক প্রচার মাধ্যমে জ্বলে উঠে, বিশেষ করে টুইটার, যেখানে #পেরিওডিসটাডেটিনিডো (সাংবাদিক গ্রেফতার) এক আলোচিত বিষয়ে পরিণত হয়। | A detenção de Ramos despoletou reacções nas redes sociais, especialmente no Twitter, onde a hashtag #periodistadetenido (jornalista detido) chegou aos trending topics. |
17 | @ফুমানো, ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ সাংবাদিকের উপর হামলা চালাচ্ছে। যখন সে ঘটনাটি দেখছিল, সে সময় তাকে গ্রেফতার করা হয় (ঠিক ৮ মিনিটের সময়) #15M bit.ly/nE39h1, #মাদ্রিদসিনমেইদো | @phumano VÍDEO Fria agressão policial ao #periodistadetenido por estar a assistir à carga, minuto 8. #15M bit.ly/nE39h1 #madridsinmiedo (Madrid sem medo) |
18 | @বিম্বাচা @অজাম্যাজিকো, ছবি শব্দের চেয়ে জোরে কথা বলে, কার্লোস। | @bimbacha @ojomagico As imagens falam por si, Carlos. |
19 | তাদের প্রতি নিন্দা জানাই এবং এটা ঠিক হবার আগে কেউ থেমো না। | É denunciar e não parar até que lhe dêm a razão #periodistadetenido |
20 | ##পেরিওডিসটাডেটিনিডো @mtascon Para inquietar al gobierno solo hay q ponerse en una esquina tranquilo a tuitear #periodistadetenido | @mtascon Para inquietar al gobierno solo hay q ponerse en una esquina tranquilo a tuitear #periodistadetenido |
21 | @এমটাস্কো, সরকারকে বিরক্ত করার জন্য আপনাদের সকলকে যা করতে হবে তা হচ্ছে এক কোনায় বসে থেকে টুইট করতে থাকা। | @mtasco Para deixar o governo inquieto basta estar-se tranquilo numa esquina a tuitar #periodistadetenido |
22 | যখন একদিকে এই গ্রেফতারের ঘটনা বেশিরভাগ স্প্যানিশ প্রচার মধ্যম প্রকাশ করেনি, তখন অপরদিকে বেশিরভাগ আন্তর্জাতিক প্রচার মাধ্যম যেমন গার্ডিয়ান, সিবিএস, ফরবেস এবং এ্যাসোসিয়েট প্রেস তা প্রকাশ করেছে। | Se por um lado a detenção não foi coberta pelos mídia espanhóis, por outro lado mereceu a atenção dos mídia internacionais [en] tais como The Guardian, CBS, Forbes e Associated Press. |
23 | বিখ্যাত ব্লগার লা পুলগা ইয়া লা লোকোমোটোরা এক উন্মুক্ত চিঠি প্রদর্শন করেছে [স্প্যনিশ ভাষায়] । | |
24 | এটি তিনি ৫ আগস্টে প্রকাশ করেন। যে অভূতপূর্ব উপায়ে স্প্যানিশ সরকার সমবেত হওয়ার প্রচেষ্টা বানচাল করে দেয়, এই চিঠিতে তিনি সে বিষয়ে সরকারে কাছে প্রশ্ন করেছেন: | O célebre bloguista La Pulga y la Locomotora a 5 de Agosto partilhou uma carta aberta [es] que pergunta ao Governo de Espanha sobre as razões por trás desta medida sem precedentes para parar as mobilizações: |
25 | আমি মনে করি যে আপনারা এই বিষয়ে সচেতন যে এই কারণে মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে, যার মধ্যে বিনা বাঁধায় চলাফেরার অধিকার, একত্রিত হওয়া এবং বাক স্বাধীনতা রয়েছে। আপনারা কি এর আইনগত দিক ভেবে দেখেছেন? | Suponho que estejam conscientes de que estão a violar determinados direitos fundamentais dos cidadãos, sendo que o mais evidente é o da Livre Circulação, mas também o de Reunião e o direito à Liberdade de Expressão. |
26 | এই চিঠিতে এটিও উল্লেখ করা ছিল যে এই আন্দোলনকে সীমাবদ্ধ করা এবং পুলিশের উপস্থিতি সম্বন্ধে অনেক নাগরিক কোন বিষয়টিকে প্রকৃত কারণ বলে বিবেচিত করে: | A carta também menciona aquilo que muitos cidadãos acreditam ser o verdadeiro motivo para a restrição de movimentos e presença policial: |
27 | দৃশ্যত কিছুদিনের মধ্যে এখানে পোপের আগমন ঘটতে যাচ্ছে আর এই বিষয়টি তার সাথে সম্পৃক্ত ( মাদ্রিদের ক্যাথলিক তরুণদের এক অনুষ্ঠানে যোগদানের জন্য এখানে পোপের আগমনের কথা রয়েছে) এবং আমি আপনাদের এই বিষয়টি নিশ্চিত করতে চাই। | Na verdade parece-me que estará relacionado com a próxima visita do Papa Benedito [que irá encontrar-se com membros da Juventude Católica em Madrid] e deveria perguntar sobre isso, mas sei que um estado laico nunca admitirá publicamente que está a agir a mando da Igreja Católica. |
28 | যদিও আমি জানি যে একটি নুয়ে পড়া রাষ্ট্র কখনো জন সম্মুখে স্বীকার করে না যে তারা ক্যাথলিক চার্চের অনুরোধে এই কাজ করেছে। | Alguns utilizadores expressaram preocupação com o que consideram que pode ser uma tentativa de divisão dos cidadãos através dos últimos eventos. |
29 | কয়েকজন ব্যবহারকারী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। | De acordo com o bloguista Alberto Vizcaíno [es]: |
30 | তারা বর্তমান এই ঘটনাটিকে নাগরিকদের বিভাজনের প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছে। | O poder já o conhece e começa a gerir o movimento 15M: pôr cidadãos contra cidadãos. |
31 | ব্লগার আলবার্টো ভিজকানিওর মতে [স্প্যানিশ ভাষায়]: | Já temos partidos políticos que chamam à divisão “católicos contra indignados”. |
32 | তারা জানে কিভাবে ১৫ এম আন্দোলনকে দমন করতে হয়। তারা নাগরিকদের একে অন্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। | Como se ser-se católico ou militante de um partido fosse incompatível com estar-se indignado e com vontade de melhorar o sistema em que vivemos. |
33 | ইতোমধ্যে আমরা রাজনৈতিক দল সমূহকে পেয়ে গেছি যারা এই বিভাজনকে উল্লেখ করেছেঃ বিক্ষুব্ধ জনতা বনাম ক্যাথলিক সম্প্রদায়। যেন এমন যে, একজন ক্যাথলিক হওয়া এবং পদ্ধতিগুলো উন্নত করতে চাওয়ার মধ্যে দিয়ে আমরা যেন পরস্পর বিপরীত এক জগতে বাস করি। | A delegação do governo (formada pelo Partido Socialista Operário Espanhol, PSOE, no poder) confirmou recentemente [es] que estava a ser pressionada pela Câmara de Madrid (controlada pelo conservador Partido Popular, PP) para que impedisse manifestantes de ocuparem os espaços públicos durante a visita do Papa. |
34 | সরকারের প্রতিনিধিরা (স্পেনের শাসক দল স্প্যানিশ সোশালিস্ট ওয়ার্কাস পার্টি, নামের প্রথম অক্ষরগুলো দিয়ে যাকে পিওএসই বা পজ নামে ডাকা হয় ) সম্প্রতি নিশ্চিত করেছে যে [স্প্যানিশ ভাষায়] মাদ্রিদের নগর পরিষদ তাদের উপর চাপ প্রয়োগ করেছে ( মাদ্রিদ নগর পরিষদ নিয়ন্ত্রণ করে ডান-পন্থী পিপলস পার্টি) যেন পোপের আগমনের প্রাক্কালে উন্মুক্ত স্থানে বিক্ষোভ অনুষ্ঠান বন্ধ রাখা হয়। | |
35 | ৫ আগস্ট তারিখে মনে হয়েছে কর্তৃপক্ষ তদের চিন্তা পাল্টে ফেলেছে। | A 5 de Agosto, as autoridades pareciam ter mudado de ideias. |
36 | সল থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয় [স্প্যানিশ ভাষায়] এবং চলাচলের উপর যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল তা সরিয়ে নেওয়া হয়। | A polícia saiu [es] da Puerta del Sol e as restrições de acesso foram levantadas. |
37 | বিক্ষোভ এখন আগের যে কোন সময়ের চেয়ে তীব্র আকার ধারণ করেছে, মনে হচ্ছে এই ঘটনা চলতেই থাকবে। | Com os manifestantes agora mais indignados que nunca, a história tem tudo para não ficar por aqui. |