# | ben | por |
---|
1 | ইরান: স্বদেশে নিপীড়ন, সারা বিশ্বে ইরানীদের প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন | Irã: Reprimidos em casa, iranianos protestam pelo mundo |
2 | তেহরানের বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলছে যে, ১২ জুন তারিখে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিবাদ অনুষ্ঠানে প্রতিবাদকারী ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে বিচ্ছিন্নভাবে সংঘর্ষের ঘটনা ঘটে। এই দিবস উপলক্ষে সারা বিশ্বের বিভিন্ন শহরে প্রতিবাদের আয়োজন করা হয়। | Enquanto várias testemunhas em Teerã disseram que confrontos dispersos surgiram entre as forças de segurança iranianas e manifestantes, marcando o primeiro aniversário de uma polêmica eleição presidencial em 12 de junho [de 2009], os protestos também ocorreram em diversas cidades do mundo, de Ankara, Turquia a Vancouver, no Canadá, onde as pessoas gritavam contra o governo iraniano. |
3 | তুরস্কের আঙ্কারা থেকে কানাডার ভ্যাঙ্কুভার পর্যন্ত এই প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে লোকজন ইরান সরকারে বিরুদ্ধে স্লোগান দেয়। | |
4 | এই সমস্ত প্রতিবাদ অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ইউটিউবে দৃশ্যমান | Vários vídeos surgiram no Youtube. |
5 | এই সমস্ত প্রতিবাদ অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ইউ টিউবে দৃশ্যমান | Japão: Ditador deixe o país |
6 | কানাডা: মুখোশ পড়ে এবং নোটবুক হাতে নিয়ে প্রতিবাদ | Canadá: Com máscaras e notebooks |
7 | তুরস্ক: ইরান দূতাবাসের কাছে স্লোগান দেওয়া | Turquia: Cantando na embaixada do Irã |