Sentence alignment for gv-ben-20081007-1277.xml (html) - gv-por-20081008-1378.xml (html)

#benpor
1ইরান: দুইজন প্রথমসারীর এইচআইভি/এইডস ডাক্তার এখনো জেলেIrã: Dois importantes médicos ativistas contra a AIDS continuam na prisão
2গ্লোবাল ভয়েসেস গত আগস্টে জানিয়েছিল যে ডঃ আরাশ আর কামিয়ার আলাই, দুজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি এইচআইভি/এইডস বিশেষজ্ঞ জুন মাস থেকে তেহরানের জেলে আছেন।O Global Voices reportou [En] em agosto que os doutores Arash e Kamyar Alaei, dois especialistas em HIV/Aids internacionalmente renomados, foram presos em Teerã no mês de junho.
3দুর্ভাগ্যবশত: তারা এখনো জেলে আছেন আর কোন আইনী সহায়তা পাননি।Infelizmente eles continuam na prisão até hoje, e não tiveram nenhuma representação legal.
4আলাই ভাইদেরকে ইরানী সরকারকে উৎখাতের অপরাধে অভিযুক্ত করা হয়েছে।Os irmãos Alaei são acusados de planejar a derrubada do governo iraniano.
5মানবাধিকারের জন্য চিকিৎসক (পিএইচআর) এই ভ্রাতৃদয়ের মুক্তির জন্য নিউইয়র্কে একটি বিক্ষোভের আয়োজন করে গত সপ্তাহে যখন ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদ জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনে যোগদানের জন্যে সেখানে ছিলেন।A organização Médicos pelos Direitos Humanos (Physicians for Human Rights, PHR) organizou um protesto em apoio à libertação dos irmãos enquanto Mahmoud Ahmadinejad participava de uma Reunião Geral das Nações Unidas [En], na semana passada em Nova Iorque.
6পিএইচআর এর এডভোকেসী আর আন্তর্জাতিক নীতি বিষয়ক উপপরিচালক সুজান্নাহ সিরকিন এই সমাবেশে বলেছেন:Susannah Sirkin, vice-diretora de políticas internacionais e advocacia da PHR, disse [En] durante o encontro:
7আজকে আমাদের সহকর্মী ড: কামিয়ার আর আরাশ আলাই তেহরানের জেলে আছে।“Hoje, nossos colegas Drs. Kamiar e Arash Alaei estão sentados em uma cela de prisão em Teerã.
8এই তরুন ডাক্তাররা ইঞ্জেকশনের মাধ্যমে মাদকগ্রহনকারী আর যৌন কর্মীদের জন্য স্বাস্থ্য সেবা দিতে সাহায্য করেছে।
9তারা তাদের রাজ্য কেরমানশাহে এই ভঙ্গুর আর কলঙ্কিত রোগীদের দলের জন্য চিকিৎসা এবং এইচআইভি/এইডস এর প্রকোপ থামানোর জন্য একটি আলোকিত স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, সমর্থন আর প্রসারে ব্রতী হয়েছে।Estes jovens médicos ajudaram a organizar clínicas para usuários de drogas injetáveis e trabalhadoras do sexo, e desenvolveram, apoiaram e promoveram uma iluminada proposta de saúde pública para a prevenção e tratamento do HIV/AIDS dentro dos grupos mais vulneráveis e estigmatizados de sua província, Kermanshah.
10তারা ইরানী স্বাস্থ্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে, সরকারের এইচআইভি/এইডস প্রোগ্রামের জন্য অর্থ জোগাড়ে সাহায্য করেছে, ইরান আার পার্শবতী দেশে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে। অত্র অঞ্চলে ইঞ্জেকশনের মাধ্যমে মাদকগ্রহনকারী সংখ্যা পৃথিবীতে সব থেকে বেশী।Eles prestaram assessoria para o Ministério da Saúde iraniano, ajudaram a levantar fundos para os programas governamentais de combate ao HIV/AIDS, treinaram profissionais de saúde no Irã e países vizinhos - áreas com as mais altas taxas de viciados em drogas injetáveis em todo o mundo.”
11ইরানী ব্লগার আহভাজ বলেছে, “এই দুই ভাই ইরান এবং অত্র অঞ্চলে এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সবার আগে ছিল।”O blogueiro iraniano Ahvaz diz [Fa]: “Estes dois irmãos estiveram na vanguarda da conscientização a respeito da AIDS no Irã e na região.
12এই ব্লগার আরো বলেছে, “দয়া করে ডঃ কামিয়ার আলাই এর এই ভিডিওটা দেখেন ধারনা পাবার জন্য যে তারা ইরানের জন্য কি করেছে।””, e o blogueiro completa, “Por favor assistam este vídeo do Dr. Kamyar Alaei para ter uma idéia sobre o que eles fizeram pelo Irã”.
13এই ভিডিওতে কামিয়ার ব্যাখ্যা করেছেন কি তাকে এইডসের বিরুদ্ধে লড়তে অনুপ্রানিত করেছে।Neste vídeo, Kamyar explica o que o motivou a lutar contra a AIDS.
14অ্যান ইরানিয়ান ইন এক্সাইল লিখেছে যে এই দুই ভাই ইরান সরকারের জন্য কোন ধরনের হুমকি না আর তারা ধর্মীয় আর রাজনৈতিক সরকার দুই জনের সাথেই কাজ করেছে।An Iranian in Exile escreveu [Fa] que os dois irmãos não representam perigo algum ao governo iraniano, e que eles colaboraram tanto com o governo religioso quanto com o governo político.
15ট্রাউট, আলাই ভাইদের একজন আমেরিকান বন্ধু, ফেসবুকে ভাইদের জন্য একটা সমর্থক দল তৈরি করেছে যেখানে প্রায় ৬০০ লোক সদস্য হয়েছে।Trout, um amigo americano dos Alaies, criou [En] um grupo de apoio aos irmãos no Facebook [En], e mais de 600 pessoas já se tornaram membros do grupo.