# | ben | por |
---|
1 | বলিভিয়া: ইন্টারনেট ডোমেইনের ক্রয় মূল্য | Bolívia: O custo de domínios de Internet |
2 | বলিভিয়ায় সুনির্দিষ্টভাবে দেশের নামে ইন্টারনেট ডোমেইনের (ইন্টারনেটে ওয়েব পাতার ঠিকানা) মালিকানা অর্জন করার ব্যয় তুলনামূলক বেশি। | |
3 | তার আঞ্চলিক প্রতিবেশীদের সাথে যদি তুলনা করা যায়, তা হলে এই ব্যয় অবশ্যই বেশি। যেখানে চিলিবাসীরা দুই বছরের জন্য “. | O custo para a obtenção de um domínio de internet específico do país tem sido visto como relativamente alto demais para os bolivianos. |
4 | সিএল” ডোমেইন [স্প্যানিশ ভাষায়] কেনার প্রদান করে ৪০ মার্কিন ডলার, আর্জেন্টিনাবাসীরা এমনকি বিনে পয়সায় কম. এআর ডোমেইন পেতে পারে, সেখানে বলিভিয়ায় এই ডোমেইন কেনার খরচ স্থানীয় অনেক বাসিন্দার সাধ্যের বাইরে। | Em comparação com muitos dos seus vizinhos regionais, onde os chilenos podem comprar um domínio “.cl” [es] por US$ 40 por dois anos e onde os argentinos podem até adquirir um domínio “com.ar ” de graça, o preço na Bolívia está fora a do alcance de muitos moradores locais. |
5 | সম্প্রতি বলিভিয়ার যোগাযোগ তথ্য কেন্দ্র (নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার অফ বলিভিয়া) (এনসিআই) [স্প্যানিশ ভাষায়] ঘোষণা দেয় যে তারা “. | |
6 | বো” ডোমেইন কেনার মূল্য ৩৫ শতাংশ কমিয়ে এনেছে, যার ফলে তার মূল্য এখন প্রতি বছরে প্রায় ১৪০ মার্কিন ডলার। | Recentemente, o Network Information Center da Bolívia (NIC) [es] anunciou que baixou o preço para a compra de um domínio “.bo” em 35%. |
7 | তবে এ ব্যাপারে বছরে প্রায় ৪০ মার্কিন ডলার দিয়ে “কম. | O preço agora é de cerca de US$ 140 por ano. |
8 | বো” কেনার ভিন্ন এক সুযোগ রয়েছে। | No entanto, existem opções de compra do domínio “com.bo” por cerca de US$ 40 por ano. |
9 | মূল্য কমানোর ঘোষণা এনআইসির নতুন তৈরি করা ফেসবুকের পাতায়ও প্রদান করা হয়েছে, যা, যেখানে ব্যবহারকারীদের ডোমেইনের মূল্যের ব্যাপারে কথা বলার সুযোগ প্রদান করা হয়েছে। | A redução de preço também foi anunciada na recém-criada página do NIC no Facebook, que também abriu a oportunidade para que os usuários exprimam suas opiniões sobre os custos de domínios. |
10 | আলোচনা সভায় (ডিসকাশন বোর্ডে) এসটেবান লিমা লিখেছে: | No fórum de discussão, Esteban Lima escreveu: |
11 | আমি জানতে চাই সংগৃহীত অর্থ কোথায় বিনিয়োগ করা হচ্ছে। | Gostaria de saber no que o dinheiro arrecadado é investido. |
12 | আমি মনে করি, গণ প্রতিষ্ঠান হিসেবে কতগুলো ডোমেইন তৈরি হচ্ছে, এতে কি পরিমাণ অর্থ সংগ্রহ হচ্ছে এবং সেগুলো কোথায় বিনিয়োগ হচ্ছে তা অবশ্যই জনতার কাছে উন্মুক্ত করতে হবে। | Imagino que, como uma instituição pública, a informação do número de domínios, dinheiro coletado e o investimento deveriam ser públicos A conversa transitou para Twitter e blogs, onde os usuários, tais como Oscar Humberto (@oky_), escreveram sobre os efeitos destes preços: |
13 | এই আলোচনা টুইটার ও ব্লগে চলছে যেখানে ব্যবহারকারীরা যেমন অস্কার হুমবার্তো (@ওকেই) এই দামের প্রভাবের বিষয়ে লিখেছে: | Os preços de #nicbo não são acessíveis à luz da realidade econômica dos bolivianos, só ampliam mais a “exclusão digital”. |
14 | অর্থনৈতিক বাস্তবতায় নিক. বো এর দাম বলিভিয়ানদের জন্য গ্রহণযোগ্য নয়, এটা কেবল ডিজিটাল বিভক্তিকে বিস্তৃত করবে। | No entanto, o blogueiro Mario Durán publicou críticas sobre o alto preço [dos domínios] postados na página do Facebook do NIC , que ele disse terem sido deletados. |
15 | তবে ব্লগার মারিয়া ডুরান এনআইসির ফেসবুকের পাতায় দামের উচ্চ মূল্যের বিষয়ে সমালোচনা করে এর দেওয়াল (নোটিশ বোর্ড বা যেখানে কোন মন্তব্য রাখা যায়-ওয়ালে) একটি লেখা পোস্ট করেছেন । | Pouco depois, Durán publicou um screenshot do que ele escreveu, antes da eliminação, em seu blog [es] e notou que ele ligou para o escritório [do NIC] para pedir esclarecimentos sobre as suas políticas. |
16 | সেখানে তিনি যা বলেছেন, তা এনআইসি মুছে ফেলেছে। | |
17 | এর পরপরই ডুরান মুছে ফেলা যে অংশে যা লিখেছিলেন, সেই অংশের ছবি বা স্ক্রিনশট তার ব্লগে প্রকাশ করেন [স্প্যানিশ ভাষায়] এবং লিখেন যে তিনি এদের অফিসে এই বিষয়ে তাদের নীতির ব্যাপারে পরিষ্কার ধারণা পাবার জন্য কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলেন। | |
18 | বলিভিয়ার ইন্টারনেট সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান ( বলিভিয়ান এজেন্সি ফর ডেভলপমেন্ট অফ দা ইন্টারনেট সোসাইটি যা তার স্প্যানিশ ভাষার আদ্যক্ষর নিয়ে এডসিব নামে পরিচিত) আইনগত প্রতিনিধির কাছে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ডুরান নিচের যুক্তি নিয়ে হাজির হন। | |
19 | ১) দাম কমে আসার বিষয়টি উন্নতির লক্ষণ। | |
20 | ২) ডোমেইন বিক্রি করে যে অর্থ সংগ্রহ করা হয় তা এনআইসি. বো এর আমলাতান্ত্রিকতার কাজে ব্যয় হয়। | Em uma breve entrevista com um representante legal da Agência Boliviana de Desenvolvimento da Sociedade da Internet (ADSIB em sua sigla em espanhol), Durán saiu com os seguintes pontos: |
21 | ৩) এটা রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান যার অনেক রিসোর্স বা সূত্র রয়েছে। ৪) অন্য দেশের ক্ষেত্রে এ ব্যাপারে অর্থনৈতিক একটি মাপকাঠি রয়েছে এবং সে সমস্ত দেশে প্রচুর ব্যবহারকারী রয়েছে, যার ফলে সেখানে ডোমেইনের দাম অনেক সময় এমনকি ১ ডলারে নেমে আসে, কিন্তু বলিভিয়ায় হয়ত কোন রকমে ৬০০০ সুনির্দিষ্ট ডোমেইন ব্যবহারকারী রয়েছে। | i) a redução de preços seria progressiva ii) que o dinheiro coletado com a venda de domínios serve para manter a burocracia do NIC.bo iii) que é uma instituição estatal que não tem muitos recursos. iv) que em outros países há economia de escala e um maior número de usuários, o que permite que o custo dos domínios seja inclusive de um dólar, mas na bolívia são apenas 6000 usuários v) que por três pessoas reclamando não iriam mudas as coisas. |
22 | ৫) ৩ জন ব্যক্তি অভিযোগ করেছে, এতে কোন কিছুর কোন পরিবর্তন হবে না। | Em seu post, Durán também observou que a petição para reduzir os preços está nas mentes de muitos bolivianos usuários da internet desde 2003. |
23 | এছাড়াও এই ব্লগ পোস্টে ডুরান উল্লেখ করেছেন যে দাম কমানোর জন্য যে দরখাস্ত তা ২০০৩ সাল থেকে অনেক ইন্টারনেট ব্যবহারকারীর মাথায় ছিল। | Em um post seguido, ele sugeriu que uma cyber-campanha deveria ser iniciada para que mais consciência sobre a questão possa ser levantada [es] e que os blogueiros e twitteiros deveriam ser as lideranças do debate. |
24 | এই পোস্টকে উদ্দেশ্য করে লেখা পরের পোস্টে তিনি পরামর্শ প্রদান করেন যে সাইবার প্রচারণা শুরু করা যাক, যাতে এই বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধি করা যায় [স্প্যানিশ ভাষায়] এবং ব্লগার ও টুইটারকারী ব্যক্তিরা এই বিতর্কের সম্মুখে তাকাবে। | |
25 | অনেকে এই বিষয়ে আলোচনার জন্য #নিকবো নামক হ্যাশট্যাগের ব্যবহার শুরু এই আশায় যে, নিকট ভবিষ্যৎ-এ এই বিষয়ে স্পষ্ট একটি পরিবর্তন আসবে। | Muitos começaram a usar a hashtag #nicbo para a discussão sobre este tema com a esperança de que haverá algumas mudanças concretas no futuro próximo. |