# | ben | por |
---|
1 | আদিবাসীদের প্রতিবাদ সত্ত্বেও ইকুয়েডরে তেলের নিলাম শুরু | Equador leiloa concessões petrolíferas entre protestos indígenas |
2 | ইকুয়েডর ২৮শে নভেম্বর, ২০১২ বুধবার নিষ্কলুষ দক্ষিণ-কেন্দ্রীয় আমাজনের সংরক্ষিত অঞ্চলের প্রায় এক কোটি একর এলাকায় ১৩টি তেল ব্লকের জন্যে একটি আন্তর্জাতিক লাইসেন্স প্রদানের আলোচনা শুরু করেছে। এতে আদিবাসী নেতারা তাদের জমিতে পেট্রোলিয়াম অনুমোদনের প্রতিবাদ করার জন্যে রাস্তায় নেমে এসেছে। | No dia 28 de Novembro de 2012, uma quarta-feira, o Equador iniciou uma ronda internacional de licenciamento para 13 blocos de petróleo - perto de 4 milhões de hectares - de território intacto do centro-sul da Amazónia, ao mesmo tempo que líderes indígenas protestavam nas ruas de Quito contra as concessões para exploração de petróleo em suas terras. |
3 | শত শত আদিবাসী বিক্ষোভকারীরা লাইসেন্স প্রদানের প্রক্রিয়ার শুরু করা একাদশতম তেল এবং শক্তি সম্পর্কিত সভা চলার সময় জে. ডাব্লিউ. | Centenas de manifestantes indígenas reuniram-se em frente ao Hotel J.W. Marriott em Quito durante o VII Encontro Anual de Energia e Petróleo, que marcou o início do processo de licenciamento. |
4 | ম্যারিয়ট হোটেলের বাইরে জড়ো হয়েছে। ইকুয়েডরের আদিবাসীদের জাতীয়তাসমূহের কনফেডারেশন (কোনাইয়ে) এবং আমাজনের আদিবাসী জাতীয়তাসমূহের কনফেডারেশন (কনফেনাইয়ে) আয়োজিত প্রতিবাদে সাতটি আদিবাসী জাতীয়তার প্রতিনিধিরা অনুমতি দানের প্রক্রিয়া এবং ড্রিলিংযের সম্ভাব্য পরিবেশগত ও সামাজিক প্রভাব বিষয়ে আলোচনা না করায় উদ্বেগ প্রকাশ করেছে। | Organizado pela Confederação de Nacionalidades Indígenas do Equador (CONAIE) e pela Confederação de Nacionalidades Indígenas da Amazónia Equatoriana (CONFENIAE), o protesto teve a participação de representantes de sete nacionalidades indígenas, que manifestaram preocupação por não terem sido consultados no processo de concessão e pelo potencial impacto ambiental e social da prospecção petrolífera. |
5 | আমাজনওয়াচ (আমাজন প্রহরী) রিপোর্ট করেছে যে আদিবাসী বিক্ষোভকারীদের উপর সামরিক বাহিনী, পুলিশ, বেসরকারী নিরাপত্তা বাহিনী এবং মরিচের গুড়ার আক্রমণ হয়েছে। | O AmazonWatch [en] relata que os manifestantes foram recebidos com exército, polícia, segurança privada e gás pimenta. |
6 | আমাজনওয়াচ তাদের ওয়েবসাইটে মখোমুখি সংঘাতের বেশ কিছু ছবি পোস্ট করেছে। | A organização também publica várias imagens dos confrontos no seu website [en]. |
7 | পৃথিবী দ্বীপ অনুসারে, কনফেনাইয়ে অভিযোগ করেছে যে হাইড্রোকার্বন সংক্রান্ত সহকারী সচিব অনুমতি ছাড়াই অক্টোবর মাসে আচুয়ার, কিচওয়া এবং সাপারা আদিবাসী সম্প্রদায়ের ভিতরে প্রবেশ করে স্থানীয় লোকদের সঙ্গে আলাপ-আলোচনা অনুষ্ঠিত করেছে। | De acordo com o Earth Island Journal [en], a CONFENIAE alega que o Subsecretário dos Hidrocarbonetos se deslocou sem permissão às comunidades indígenas de Achuar, Kichwa e Sapara em Outubro, onde realizou consultas às populações locais. |
8 | তবে কনফেনাইয়ে সম্প্রদায়গুলোর বৃহত্তর সিদ্ধান্ত-গ্রহণ কাঠামোর পরিবর্তে বাছাই করে কিছু ব্যক্তি যুক্ত করায় এই আলোচনাগুলোকে অবৈধ বলেছে। | No entanto, a CONFENIAE mantém que estas consultas foram ilegítimas, na medida em que envolveram um grupo limitado de indivíduos e não as estruturas decisórias das comunidades. |
9 | আদিবাসী সংরক্ষিত অঞ্চল এবং একাদশতম তেল অনুমোদনের আলোচনার মানচিত্র। | Mapa de territórios indígenas e concessões da XI Ronda Petrolífera. |
10 | উৎস: পাচামামা ফাউন্ডেশনের ফেসবুক পৃষ্ঠা। | Fonte: página Facebook Fundacion Pachamama. |
11 | এই বছর অক্টোবর মাসের শুরুতে ব্লগার ইকুয়াচাস্কি [স্প্যানিশ ভাষায়] রিপোর্ট করেছেন যে আচুয়ার, শিউইয়ার, সাপারা এবং কিচওয়া আদিবাসী সম্প্রদায়ের নেতারা একটি সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছে যে তারা তাদের জমিতে পেট্রোলিয়াম শিল্পকে প্রবেশের অনুমতি দিবে না। | O blogger Ecuachaski [es] relatava já em Outubro deste ano que líderes das comunidades Schuar, Achuar, Shiwiar, Sapara e Kichwa haviam anunciado em conferência de imprensa conjunta que não permitiriam a entrada de indústrias petroleiras nas suas terras. |
12 | সভাটির অডিওটিও [স্প্যানিশ ভাষায়] পাওয়া যাচ্ছে। | Também se encontra disponível o registo áudio [es] do encontro. |
13 | বিভিন্ন আদিবাসী সংগঠন একাদশতম তেল আলোচনা সম্পর্কে কয়েকটি নেতিবাচক ঘোষণা দেওয়া সত্ত্বেও কোড়িয়া সরকার তাদের উদ্বেগের প্রতিক্রিয়া জানায়নি। | Ainda que as organizações indígenas se tenham pronunciado negativamente sobre a XI Ronda Petrolífera, o governo de Rafael Correa não deu resposta às suas preocupações. |
14 | ২৮শে নভেম্বর তারিখে অনলাইনে প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিবৃতিতে [স্প্যানিশ ভাষায়] কোনাইয়ে এবং কনফেনাইয়ে লিখেছে: | Num comunicado formal [es] publicado online a 28 de Novembro, a CONAIE e a CONFENIAE escreviam: |
15 | আমাজনের দক্ষিণ-কেন্দ্রীয় অংশে অবস্থিত আদিবাসী জাতীয়তা: কিচওয়া, শুয়ার, আচুয়ার, শিউইয়ার, এবং সাপারারা শাসকগোষ্ঠীর তথাকথিত ১১তম আলোচনার সময় পেট্রোলিয়াম ব্লকগুলো নিলামে তোলার একতরফা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অবিলম্বে এটি স্থগিত করার জোর পরামর্শ দিয়েছে। | As nacionalidades indígenas situadas no centro-sul da Amazónia - Kichwa, Shuar, Achuar, Shiwiar e Sápara - rejeitaram a decisão unilateral do regime de leiloar blocos de petróleo durante a dita XI Ronda e apelaram à sua suspensão imediata. |
16 | উপরন্তু, সংগঠনগুলো জোর দিয়ে বলেছে যে সরকারের আলোচনা স্থানীয় সিদ্ধান্ত গ্রহণের নিয়মকে তোয়াক্কা করেনি এবং এতে স্থানীয় ভাষায় সঠিক পদ্ধতির অভাব রয়েছে। | Além disto, as organizações sublinham que as consultas do governo não respeitaram as normas locais para a tomada de decisões e não seguiram os devidos procedimentos na língua nativa. |
17 | যোগাযোগটিতে কনফেনাইয়ে সভাপতি ফ্রাংকো ভিতেরির নিচের উদ্ধৃতিটিও রয়েছে: | O comunicado inclui ainda a seguinte citação de Franco Viter, presidente da CONFENIAE: |
18 | “… আমরা একতাবদ্ধ এবং সম্পূর্ণভাবে ১১তম তেল আলোচনার বিরোধিতা করি। | “…Estamos unidos e opomo-nos totalmente à XI Ronda de concessão de licenças. |
19 | আমাদের সংরক্ষিত অঞ্চলগুলোতে তেল উত্তোলনের মানে হলো আমাদের জীবনযাত্রার অবসান এবং এর মানে আমাদের নিজেদের জীবনগুলোরও শেষ হতে পারে।” | O avanço da fronteira petrolífera pelo nosso território representa o fim da nossa forma de vida e pode significar o fim das nossas vidas.” |
20 | ওপেক (পেট্রোলিয়াম রপ্তানীকারক দেশগুলোর সংস্থা)-এর ক্ষুদ্রতম সদস্য হিসেবে ইকুয়েডরের জন্যে, একটি রাষ্ট্রের জন্যে তেল শিল্প গুরুত্বপূর্ণ আয়ের উৎস হিসেবে বিবেচিত। | Para o Equador, o mais pequeno membro da OPEP (Organização dos Países Exportadores de Petróleo), a indústria petrolífera representa uma fonte de receita crítica para o Estado. |
21 | রয়টার্স রিপোর্ট করেছে যে সরকার ১৩টি ব্লক থেকে অন্ততঃ ১০০ কোটি ডলার বিনিয়োগ আশা করে। | De acordo com a Reuters [en], o governo conta pelo menos com mil milhões de dólares de investimento pelos 13 blocos. |
22 | গত কয়েক বছর ধরে দেশটির তেলের উৎপাদন প্রতিদিন প্রায় ৫ লক্ষ ব্যারেল হওয়ায় নবায়ন অযোগ্য প্রাকৃতিক সম্পদ মন্ত্রী উইলসন দেশের আরো দশ বছর টিকে থাকার জন্যে প্রতিদিন ৫ লক্ষ ৩০ হাজার ব্যারেলে তেল উৎপাদন উন্নীত করার আশা করেন। | Embora a produção de petróleo do país se tenha mantido nos últimos anos em 500 mil barris por dia, o Ministro de Recursos Naturais Não-Renováveis, Wilson Pástor, espera que a produção suba até aos 530 mil barris por dia [en], sustentando o país por mais dez anos. |
23 | নতুন আমাজনীয় অনুমোদনগুলোর নিলাম উপস্থাপন করার জন্যে কোম্পানীগুলোর হাতে ছয় মাস সময় রয়েছে। | As empresas têm seis meses para apresentarem propostas para as novas concessões amazónicas. |
24 | সরকার আশা করছে চুক্তিগুলো ২০১৩ সালের সেপ্টেম্বরের পূর্বেই স্বাক্ষরিত হবে। | O Governo espera que os contratos sejam assinados antes de Setembro de 2013. |
25 | “আমরা একটি অসঙ্গতির মধ্যে বসবাস করছি” | “Vivemos uma contradição” |
26 | দেশের মধ্যে একাদশতম তেল আলোচনা এখনো চলতে থাকলেও এটি ইয়াসুনি জাতীয় পার্কের ইশপিঙ্গো-তাম্বোকচা-তিপুতিনি (আইটিটি) এলাকায় তেল রেখে দেওয়ার অর্থায়নের পথ খুঁজছে। | Todavia, a XI Ronda acontece num país que solicitou financiamento para deixar o petróleo no subsolo na área Ishpingo-Tambococha-Tiputini (ITT) do Parque Nacional Yasuní [en]. |
27 | সরকারী উদ্যোগটি [স্প্যানিশ ভাষায়] সরকার, ফাউন্ডেশন এবং ব্যক্তিবর্গের কাছ থেকে ১৮ কোটি ৭০ লক্ষ ডলারের প্রতিশ্রুতিসহ ৬ কোটি ৪০ লক্ষ ডলার আকৃষ্ট করেছে। | A iniciativa governamental [es] atraiu 64 milhões de dólares de governos, fundações e doadores particulares, com mais 187 milhões comprometidos. |
28 | সম্প্রতি প্রকল্পটির আলোচক কমিটির প্রধান ইভোনী বাকি বলেছেন: | A chefe do comité de negociação do projecto, Ivonne Baki, afirmou recentemente [en]: |
29 | ইকুয়েডর তেলে উপর নির্ভর করতে চায় না বলে এই জন্যে নির্ভরতা কমাতে চায়। | O Equador não quer depender do petróleo e esta é uma forma de reduzir essa dependência. |
30 | তেলের দেশগুলো অভিশপ্ত। | Os países produtores de petróleo estão amaldiçoados. |
31 | উন্নয়নশীল দেশগুলো এর উপর এতো বেশি নির্ভর করে যে তারা অন্য কোন কিছুর উন্নয়ন করতে চায় না। | Os países em desenvolvimento dependem tanto dele que não produzem mais nada. |
32 | এটা দুর্নীতির বংশ বিস্তার করে এবং মূল্য চুকাতে হয় দরিদ্রদের। | Gera corrupção e quem paga o preço são os pobres. |
33 | একমাত্র সুবিধাটি ঐতিহ্যগতভাবেই অভিজাতদের কাছে চলে যায়। | Os únicos benefícios vão tradicionalmente para as elites. |
34 | নভেম্বরে রেবেলিওন (বিদ্রোহ) [স্প্যানিশ ভাষায়] এর সঙ্গে একটি সাক্ষাৎকারে কনফেনাইয়ে সভাপতি ফ্রাংকো ভিতেরি বর্তমান কোড়িয়া প্রশাসনের অসঙ্গতিটিকে তুলে ধরেছেন: | Em Novembro, numa entrevista para o portal Rebelión [es], o presidente da CONFENIAE, Franco Viteri, assinalou as contradições do actual governo de Correa: |
35 | আমরা কার্যকরভাবেই একটি অসঙ্গতির মধ্যে বসবাস করছি। | Vivemos efectivamente em contradição. |
36 | আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে পরিবেশবিদদের একটি আলোচনার রূপরেখা টানার পরও রাষ্ট্রপতি রাফায়েল কোড়িয়া একাদশতম তেল আলোচনা শুরু করেছেন। | Enquanto se esboça um discurso ecologista nas instâncias internacionais, o governo do Presidente Rafael Correa lança a XI Ronda de licitações para novas concessões petrolíferas. |
37 | এই বছরের ২৬শে অক্টোবর তারিখে এই স্ববিরোধিতাটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান আইন রিসোর্স কেন্দ্র সরকারের উচ্চস্তরের বন সংরক্ষণের প্রতিশ্রুতি এবং আদিবাসীদের পূর্ব-পুরুষের ত্রিশ লক্ষ হেক্টর তেল (৩ হাজার বর্গ কিলোমিটার) জমি তেল উন্নয়নের জন্যে উন্মুক্ত করার পরিকল্পনার মধ্যেকার অসঙ্গতিটি উল্লেখ করে জাতিসংঘের কয়েকজন জলবায়ু পরিবর্তন কর্মকর্তাকে একটি চিঠি পাঠায়। | Esta contradição recebeu atenção internacional em 28 de Outubro deste ano, quando o Centro de Recursos Jurídicos para os Povos Indígenas (Indian Law Resource Center) dos EUA entregou uma carta [en] a vários responsáveis da ONU na área das alterações climáticas, assinalando as contradições entre o alardeado compromisso do governo com a preservação das florestas e o plano de abrir três milhões de hectares de território ancestral indígena à exploração petrolífera. |
38 | তারা রিপোর্ট করেছে যে অনুমোদন প্রক্রিয়াটিতে জমিগুলো বৃক্ষশূন্য না করার জন্যে আদিবাসীদের অর্থায়ন করা সোশিওবস্ক নামের ইকুয়েডরীয় একটি কর্মসূচীর অধীনে থাকা আদিবাসীদের জমি রয়েছে। | Apontam ainda que o processo de concessão envolve terras indígenas actualmente preservadas no âmbito do programa SocioBosque, um programa equatoriano que paga às populações indígenas para não desflorestarem as suas terras. |
39 | চিঠিটিতে অনুমোদনের প্রক্রিয়াটির বৈধতাকে প্রশ্ন করেছেন যেটি আদিবাসী জনগণের মুক্ত, প্রাথমিক এবং জ্ঞাত সম্মতি ছাড়া অগ্রসর হয়েছে। | A carta questiona a legalidade do processo de concessão, que avançou sem o consentimento livre, prévio e informado dos povos indígenas. |
40 | কপ (পক্ষসমূহের সম্মেলন) ১৮ | COP18 |
41 | কাতারের দোহায় ইকুয়েডরের পরিবেশ মন্ত্রণালয় [স্প্যানিশ ভাষায়] অংশ গ্রহণ করা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ১৮) পটভূমিতে বর্তমান তেল অনুমোদনটি ঘটেছে। | O processo de concessão de licenças petrolíferas em questão desenvolveu-se tendo como pano de fundo a Conferência das Nações Unidas para as Alterações Climáticas (COP18) em Doha, Qatar, que tem a participação do Ministro do Ambiente do Equador [es]. |
42 | সম্মেলনটি ২৬শে নভেম্বর শুরু হয়ে ৭ই ডিসেম্বর তারিখে শেষ হয়েছে। | A conferência teve lugar entre 26 de Novembro e 7 de Dezembro. |
43 | দোহাতে অনুষ্ঠিত জাতিসংঘের কপ১৮-তে একাদশতম তেল আলোচনার বিরুদ্ধে ইকুয়াডরীয় আমাজানের আদিবাসীদের নেতাদের বিক্ষোভ। | Líderes indígenas da Amazónia Equatoriana protestam contra a XI Ronda na COP18 em Doha. |
44 | ছবির সৌজন্যে এফআইসিএসএইচ-এর সভাপতি ফ্রান্সিসকো শিকি। | Foto cedida por Francisco Shiki, presidente da FICSH. |
45 | আন্তঃপ্রাদেশিক আন্তর্জাতিক ফেডারেশন স্কুয়ার কেন্দ্রসমূহের সভাপতি ফ্রান্সিসকো শিকিসহ ইকুয়েডরীয় আমাজনের কয়েকজন আদিবাসী নেতা ইকুয়েডরের একাদশতম তেল আলোচনাটিকে কপ১৮-তে নিয়ে এসেছে। | Vários líderes indígenas da Amazónia Equatoriana, incluindo o Presidente da Federação Interprovincial de Centros Schuar, Francisco Shiki, levaram à COP18 a discussão da XI Ronda. |
46 | ফুন্দাসিওন (ফাউন্ডেশন) পাচামামা [স্প্যানিশ ভাষায়] অনুসারে, এসব নেতারা আন্তর্জাতিক মিত্রদের সরকারের “ইকুয়েডরের পরিবেশগত ও সামাজিক সুরক্ষা অঙ্গীকার সমুন্নত রাখার রাজনৈতিক সদিচ্ছার অভাব”কে নিন্দা জানানোর আহবান জানিয়েছে। | De acordo com a Fundación Pachamama [es], estes líderes apelaram por aliados internacionais para denunciar a “falta de vontade política para honrar os compromissos com as salvaguardas ambientais e sociais no Equador” do governo. |
47 | বহুজাতিক তেল কোম্পানির সঙ্গে আইনি সংগ্রাম করতে গিয়ে বিখ্যাত ইকুয়েডরের একটি আদিবাসী গোষ্ঠী সারাইয়াকুর তিনজন নেতাও এই বিক্ষোভে যোগদান করেছে। | Três líderes Sarayaku [es]- uma comunidade indígena [en] equatoriana célebre pelas suas batalhas jurídicas com multinacionais petrolíferas - também se juntaram ao protesto. |
48 | সম্প্রতি তারা আমাজনওয়াচের ওয়েবসাইটে প্রদর্শিত একটি ভিডিও পিটিশন সংকলিত করেছে। | Recentemente, realizaram uma petição em vídeo em destaque no website do AmazonWatch [en]. |
49 | একাদশতম তেল আলোচনায় বর্তমানে তাদের জমি অন্তর্ভুক্ত না থাকলেও সরকার সারাইয়াকু (কিচওয়া) সংরক্ষিত অঞ্চলেরগুলিসহ আরো পাঁচটি ব্লক নিলামের সিদ্ধান্ত নিতে পারে। | Embora a XI Ronda não inclua actualmente os seus territórios, o governo pode vir a decidir levar mais cinco blocos a leilão, incluindo os que se encontram em territórios Sarayaku (Kichwa). |
50 | সারাইয়াকু জনগণের ব্লগে [স্প্যানিশ ভাষায়] সরকারের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১৬৯ অথবা ইকুয়েডরের সংবিধান অনুসারে আদিবাসী জনগণের মুক্ত, প্রাথমিক এবং জ্ঞাত সম্মতি নেওয়ার সঙ্গে সঙ্গতি না থাকা পূর্ববর্তী “আলোচনাগুলোর” সমালোচনা করে কোড়িয়া প্রশাসনের কাছে পাঠানো কয়েকটি যৌথ চিঠি রয়েছে। | No blog [es] da comunidade Sarayaku podem ler-se várias cartas conjuntas ao governo de Correa a censurar as anteriores “consultas” em matéria de petróleo, que não respeitaram a Convenção 169 da Organização Internacional do Trabalho nem a Constituição do Equador, quanto ao consentimento livre, prévio e informado das populações indígenas. |
51 | আদিবাসী সংগঠণগুলো ইকুয়েডরের পরিবেশগত কর্মসূচী, এর আদিবাসী জনগণের অধিকার রক্ষার সাংবিধানিক প্রতিশ্রুতি এবং চলমান একাদশতম তেল আলোচনায় আদিবাসীদের নিষ্কলুষ জমি ছাড়ের মধ্যেকার অসঙ্গতির প্রতি দৃষ্টি মনোযোগ আকর্ষণের জন্যে ডিসেম্বর মাসব্যাপী প্রতিবাদ অব্যহত রাখার পরিকল্পনা করেছে। | As organizações indígenas planeiam a continuação do protesto durante o mês de Dezembro para chamar a atenção para as contradições entre os programas ambientais do governo do Equador, o seu compromisso constitucional para com a protecção dos direitos dos povos indígenas e a actual política de concessão de terras nativas intactas no âmbito da XI Ronda Petrolífera. |