Sentence alignment for gv-ben-20111227-21870.xml (html) - gv-por-20111218-25561.xml (html)

#benpor
1যুক্তরাষ্ট্রঃ প্রাণ বিকাশের পরিবেশ রয়েছে, নাসা এমন একটি গ্রহ আবিষ্কার করেছেEUA: Terá a NASA Descoberto Um Planeta Habitável?
2দৃশ্যমান এই মহাবিশ্বে অন্তত একশ বিলিয়ন গ্যালাক্সি বা মহাবিশ্ব রয়েছে এবং আমাদের বিশ্ব যে মিল্কিওয়ে নাম গ্যালাক্সিতে অবস্থান করছে, কেবল এই গ্যালাক্সিতে দুইশত বিলিয়ন তারা রয়েছে, এই রকম বাস্তবতায় এখন এমন একটি গ্রহ আবিষ্কার করা, যার পরিবেশ মানব বসবাসের উপযোগী, তার সম্ভবনা অনেক জোরালো।Com pelo menos centenas de bilhões de galáxias no Universo e duzentas bilhões de estrelas na Via Láctea, o potencial de planetas com condições habitáveis é considerável. Mas não há evidências sólidas de que tal planeta exista.
3কিন্তু এখন পর্যন্ত এমন কোন সুনিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি, যাতে নিশ্চিত হওয়া গেছে যে মহাবিশ্বে এ রকম কোন গ্রহের অস্তিত্ব রয়েছে। তবে, ৫ ডিসেম্বর, ২০১১ তারিখে, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাশূন্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নাসা ঘোষণা প্রদান করে যে, কেপলার নামক টেলিস্কোপ-এর মাধ্যমে কেপলার -২২ বি নামক একটি গ্রহের খোঁজ পাওয়া গেছে।Entretanto, no dia 5 de dezembro de 2011, a Agência Espacial Americana, NASA, anunciou [en] uma descoberta do telescópio espacial Kepler: o Kepler-22b, [en], um planeta que está na distância certa de sua estrela, de modo que pode ter uma temperatura potencialmente habitável.
4উক্ত গ্রহ তার নিজস্ব সৌরজগতের নক্ষত্র থেকে সঠিক দূরত্বে অবস্থান করছে।Cientistas reagiram à notícia com suas próprias análises e teorias.
5এবং সম্ভাবনা রয়েছে যে, এই গ্রহে প্রাণের বিকাশের উপযুক্ত পরিবেশ রয়েছে। বিজ্ঞান বিষয়ক ব্লগ লেখকরা এই সংবাদে তাদের প্রতিক্রিয়া প্রদান করেছে এবং সাথে তারা তাদের বিশ্লেষণ এবং নিজস্ব তত্ব প্রদান করেছে।Diagrama comparando o sistema solar da Terra à ilustração feita por um artista do Kepler-22b, um sistema estrelar contendo o primeiro planeta de "zona habitável" a ser descoberto pela missão Kepler da NASA.
6শিল্পীর চোখে পৃথিবীর সৌরজগৎ-এর সাথে কেপলার-২২ এর সৌরজগতের তুলনা।Crédito da imagem: NASA/Ames/JPL-Caltech
7নাসার কেপলার নামক টেলিস্কোপ এমন এক সৌরজগতের সন্ধান পেয়েছে, যেখানে প্রথম কোন “বাস যোগ্য “ গ্রহের সন্ধান পাওয়া গেল।Salman Hameed, professor de Astronomia da Hampshire College, está entusiasmado com a descoberta [en]:
8ছবির কৃতিত্ব নাসা/ আমেস/ জেপিএল-ক্লাটেক-এরSim.
9হ্যামেস্ফিয়ার কলেজ-এর জ্যোতির্বিজ্ঞান-এর অধ্যাপক সালমান হামিদ এই আবিস্কারে উত্তেজিত:
10হ্যাঁ, জ্যোতির্বিদেরা নক্ষত্রমণ্ডল-এ, এক সৌরজগতে পৃথিবীর মত এক গ্রহ আবিস্কার করেছে-এটি তার নক্ষত্র বা সূর্য থেকে এমন এক দূরত্বে অবস্থান করছে, যার ফলে যেখানে পানি তরল অবস্থায় পাবার সম্ভাবনা রয়েছে-যদি তা বিস্ময়কর নাও হয়, তারপরেও এটা একটি অসাধারণ আবিস্কার।Astrônomos tiveram uma primeira confirmação de uma planeta parecido com o nosso localizado na zona estrelar habitável -a distância de uma estrela onde pode existir água em estado líquido…A descoberta é incrível, senão surpreendente.
11মহাবিশ্বে অজস্র গ্রহ রয়েছে, এবং কোন গ্রহের পরিবেশ, পৃথিবীর পরিবেশের সাথে মিলে যায়, এমন গ্রহ আমরা খুঁজে পেতে বাধ্য।Existem tantos outros planetas lá fora, e somos obrigados a encontrar planetas em lugares que correspondam às condições da Terra.
12এবং উভয় গ্রহের জীবনেরও মাঝেও অনেক মিল খুঁজে পাওয়া যেতে পারে।E a vida também é passível de ser bastante comum.
13এমন প্রাণীও সেখানে হয়ত পাওয়া যাবে, যারা দূরবীক্ষণ বা টেলিস্কোপ বানাতে সক্ষম?Vida que pode construir telescópios?
14জানি না!Não sei.
15তিনি আরো বিস্তারিত বর্ণনা প্রদান করেছেন:Ele nos dá mais detalhes:
16বেশ, এই গ্রহ সম্বন্ধে আমরা কি কি জানি?Então, qual é a deste planeta?
17এটাকে কেপলার ২২বি নামে ডাকা হচ্ছে।Ele é chamado de Kepler 22b.
18এখন পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীরা যতগুলো গ্রহের নাম পেয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে আকর্ষণীয় (এর প্রকৃত কারণ হচ্ছে এটি কেপলার নামক টেলিস্কোপ আবিস্কার করেছে)।Este é o nome mais sexy que os astrônomos poderiam chegar (na verdade, este nome foi dado porque o planeta foi descoberto pelo telescópio Kepler).
19এটি পৃথিবী থেকে ৬০০ আলোক বর্ষ দুরে অবস্থিত-এটা কেবল এত দুরে যে, আমরা আসলে যাত্রার জন্য এখনই ব্যাগ গোছানোর কথা চিন্তা করতে পারি না।Ele está localizado cerca de 600 anos-luz de distância - apenas o suficiente para que não possamos começar a pensar sobre as malas para uma viagem …
20সেখানে কি কোন প্রাণের অস্তিত্ব আছে?Existe vida naquele planeta?
21এখনো আমরা জানি না।Nós não sabemos.
22যখন গ্রহটি তার নিজ নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করছিল, তখনই তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে, যে সৌরজগতে তার বাস, সেই সৌরজগতের সূর্য অতিক্রম করার সময় সেই নক্ষত্রের আলোয় খানিকটা অনুজ্জ্বল ভাবে আমাদের টেলিস্কোপে ধরা পড়ে।Este planeta foi detectado quando passava em frente da sua estrela, diminuindo a luz da estrela-mãe um pouco.
23এই গ্রহের কোন ছবি আমাদের কাছে নেই।Nós não temos uma imagem deste planeta.
24যখন আমাদের কাছে আসবে, এবং সেই ছবি পেতে আমাদের প্রায় এক বছর লাগবে- তখন আমরা সম্ভাবনার ভিত্তিতে এর পরিবেশে কি কি রাসায়ানিক উপাদান রয়েছে তা বিশ্লেষণ করতে পারব।Quando nós obtivermos - e isto poderá levar anos - então podemos analisar a composição da atmosfera dele.
25এর আবহাওয়া মণ্ডলে বাতাসের উপস্থিতি প্রাণ ধারণের জন্য এক গুরুত্বপূর্ণ নিদর্শন, কারণ আমাদের পৃথিবীর পরিবেশে অক্সিজেন রয়েছে, যার কারনে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিরাজমান। .A presença de oxigênio nela poderá indicar um fator para a vida, como o oxigênio em nossa atmosfera é um subproduto da própria vida.
26মহাকাশে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া আর খুব বেশী দুরের ব্যাপার নয়।Estamos chegando perto para encontrar vida.
27হেলেন চ্যাপেল একজন প্রাক্তন জ্যোতিবিজ্ঞানী, যিনি ইউনিভার্সিটি অফ কলোরাডোর পদার্থবিদ্যায় শিক্ষা লাভ করেন। তিনি উল্লেখ করেছেন, তিনটি কারনে তিনি কেপলার -২২বি নামক গ্রহটি নিয়ে তেমন একটা আগ্রহী নন:Helen Chappell [en], formada em astronomia e que estudou Física na Universidade de Colorado Boulder, dá três razões do porquê ela não leva a sério a descoberta do Kepler-22b:
28সৌরজগতের শত শত গ্রহ যাচাই করার পর কেপলারকে পাওয়া গেছে। আর এর ফলে আগামীতে আরো শ-খানেক গ্রহ যাচাই করার জন্য অর্থ পাওয়া যাবে, যতক্ষণ না এই কাজে প্রদান করা অর্থ ফুরিয়ে আসে।Kepler foi achado a centenas de planetas extra-solares, e vai continuar a encontrar centenas mais até que o financiamento do projecto se esgote.
29কেপলার ২২বি হচ্ছে নাসা নামক প্রতিষ্ঠানের জন্য পোস্টার চাইল্ড (এমন শিশুর পোস্টার যার দেখিয়ে সাহায্য গ্রহণ করা হয়) যার মধ্যে দিয়ে নাসা ১,০০০ নতুন গ্রহের অনুসন্ধানের কথা ঘোষণা প্রদান করতে পারবে।Kepler 22b é apenas uma criança do poster para o anúncio da Nasa de mais de 1.000 candidatos novo planeta.
30[..] মঙ্গল [ যা অনেকটা কেপলার ২২বি-এর মত] সেটি বসবাসযোগ্য পরিবেশের একেবারে ঠিক বাইরে নয়।। [কিন্তু] আমরা জানি যে এটার উপরিভাগ এত গরম যে তা সীসাকে গলিয়ে দিতে পারে।Venus [como Kepler 22b] não é muito fora da zona habitável … [mas] nós sabemos que ele é realmente quente o suficiente para derreter chumbo na superfície.
31জীবন ধারনের জন্য মঙ্গল খুব একটা চমৎকার গ্রহ নয়, কিন্তু বর্হিবিশ্বে নিয়ে গবেষণা করা জ্যোতি বিজ্ঞানীদের এখনো বের করার কোন উপায় নেই যে, মহাবিশ্বের বাইরের কোন প্রাণী কি ঠিক আমাদের মত প্রযুক্তি ব্যবহার করে কিনা।Venus não é um lugar agradável para toda a vida, mas os astrônomos ‘extraterrestres' não teriam nenhuma maneira de descobrir isso se eles usaram a mesma tecnologia que nós.
32সম্ভবত মঙ্গলের জীবন ধারণের পরিবেশের বাস্তবতায় বলা যায় কেপলার ২২বি বাসিন্দার অনেকটা আগ্রহী হতে পারে যে প্রাণের অস্তিত্ব আছে কিনা।Talvez as pessoas da 22b Kepler são mais tontas com a perspectiva de vida em Vênus. […]
33[…] আমাদের পরিষ্কার ভাবে বের করার উপায় নেই, যে কেপলার ২২বি -অথবা মহাকাশের অন্য কোন সৌরজগতের কোন গ্রহে -আদতে কোন প্রাণের জন্য বাসযোগ্য পরিবেশ আছে কিনা।Nós não temos meios de saber se Kepler 22b - ou qualquer outro planeta extrasolar - na verdade abriga vida.
34এই উত্তেজনাকর আবিস্কারের ক্ষেত্রে ভদ্রমহিলা একটি ইতিবাচক দিক দেখতে পাচ্ছেন:Ela vê aspectos positivos do entusiasmo com a descoberta:
35কেপলার ২২বি-এর মত একটি গ্রহের আবিস্কারে সবাই জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে আগ্রহী হয়ে উঠবে, এবং এর ফলে জনতাকে (বিশেষ করে শিশুদের) বিজ্ঞান সম্বন্ধে শিক্ষা প্রদান করার সুযোগ সৃষ্টি হবে। […]Descobertas como Kepler 22b deixa qualquer um extasiado a respeito de astronomia, e abre oportunidades de ensinar pessoas (especialmente crianças) sobre a ciência.
36এমনকি যদিও আমি কেপলার ২২বি নিয়ে আপনাদের কল্পনার বুদবুদ ফাটিয়ে দিয়ে থাকি, তারপরেও বিজ্ঞানের জন্য এটা হুররে বলে চেঁচিয়ে ওঠার বিষয়।Então, Viva! Para a ciência, mesmo se eu estourar sua bolha, Kepler 22b.
37আরেকজন সমালোচক, ছদ্মনামের এই ব্লগার যে কিনা ঘূর্ণিঝড়ের মধ্যে বেঁচে থাকা নিয়ে পড়ালেখা করেছে, সে কেপলার ২২বি নিয়ে যে ভুল ধারনা সে সম্বন্ধে আলোচনা করেছে।Outro crítico, um blogueiro anônimo que estuda tornados, discute conceituações erradas sobre o Kepler-22b, concluindo [en], entretanto:
38কিন্তু সে সর্বোপরি যুক্ত করেছে: এটি হচ্ছে প্রথম এক ধাপ এবং এটি হচ্ছে এমন এক ধাপ যা আগে গ্রহণ করা হয়নি।É um primeiro passo, e um passo que nunca foi dado antes.
39এটা একটা বিশাল সংবাদ!Isso é uma ótima notícia!
40এবং বাস্তবতা হচ্ছে বসবাস যোগ্য পরিবেশ থাকতে পারে এমন নক্ষত্র সম্বলিত সৌরজগতের মাঝে ৪৮ ভিন্ন গ্রহ এখনো প্রাণের বাসযোগ্য বিবেচনায় নিজেদের প্রার্থী হিসেবে উপস্থাপন করছে।E o fato de nós ainda termos 48 outros candidatos a planetas na zona habitável em suas respectivas estrelas, é uma coisa muito boa.
41মন্তব্য বিভাগে, এই পৃথিবী এবং কেপলার -২২ বি-এর মাঝে প্রকৃত দূরত্ব নিয়ে আলোচনা করা হয়েছে:Mas é esta notícia que parece estar desencontrada nos meios de comunicação.
42বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ গতির যে যান, সেই যানের গতি অনুসারে চললে এই গ্রহে পৌঁছতে মানুষের লক্ষ লক্ষ বছর লেগে যাবে।Na seção de comentários, o blogueiro discute a diferença entre nós e Kepler 22-b:
43এমন কি বিজ্ঞানের কল্পকাহিনীর ক্ষেত্রেও তা এ রকম জাহাজ এবং ক্রাউস্টসিস (শীতনিদ্রার মত মহাশূন্যে যানের জন্য বিশেষ নিদ্রা) তৈরি করা কল্পনার বাহিরে।Atualmente na velocidade que estamos,iríamos levar dezenas de milhões de anos para chegar lá. Isso é um pouco além até mesmo os sonhos de ficção científica de navios geração e ‘Cryostasis'.
44এবং এর ফলাফল হচ্ছেঃ আগামীতে এই গ্রহ নিয়ে আরো যে সব পর্যবেক্ষণ আমরা করব, সেটি হবে ৬০০ বছর আগের চিত্র।E: todas as observações que fizermos será de como o planeta era há 600 anos atrás.
45৬০০ আলোকবর্ষ শুনতে অনেক বেশী মনে হলেও, জ্যোতির্বিদ্যার ভাষায় এটা মিনিট মাত্র, এমনকি যদিও বর্তমানে পৃথিবীতে সর্বোচ্চ গতির যানে করে সেখানে যেতে চাইলে লক্ষ লক্ষ বছর লাগবে।600 anos-luz podem parecer muito, mas é tempo mínimo em termos astronômicos, mesmo que levasse milhões de anos para viajar até Kepler 22b na nossa velocidade atual.
46কিন্তু যদি আমরা এমন কোন যান তৈরি করতে পারি যা আলোর গতির কাছাকাছি গতিতে যেতে সক্ষম, তাহলে কেপলার ২২ বি-তে উক্ত যানের যাত্রীরা পৌঁছাতে সক্ষম হবে। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে ভ্রমণকারীরা আরো কম সময়ে এই ভ্রমণের অভিজ্ঞতা লাভ করতে পারবে, প্রায় ২৪ বছরে তারা সেখানে পৌঁছে যেতে পারবে।Se já fomos capazes de construir uma máquina que viaja perto da velocidade da luz, é possível sobreviver e viajar para Kepler 22b, pois, de acordo com a Teoria da Relatividade de Einstein, os viajantes sentiriam menos, cerca de 24 anos.
47কয়েকজন ব্লগার মহাকাশ যাত্রার মত বিষয়টিকে কম বেশী গুরুত্ব দিয়ে আলোচনা করছেঃAlguns blogueiros têm mostrando suas ideias sobre as viagens espaciais, alguns levando menos a sério do que outros.
48ফ্রিল্যান্স লেখক ক্রিস রোডেল- এর ব্লগের নাম এইট ডে টু আমিশ, সেখানে তিনি লিখেছেন:Eight Days to Amish, um blog feito pelo escritor freelancer Chris Rodell, escreve [en]:
49আমি নিশ্চিত যে রিপাবলিকানরা চিন্তা করছে, হুররে, এখন এমন একটা জায়গা পাওয়া গেল, ঐ সব বিরক্তিকর ডেমোক্রেটরা যতক্ষণ ইচ্ছা, ততক্ষণ জায়গাটা দখল করে রাখতে পারবে।”“Tenho certeza de que os Republicanos pensaram: “Aleluia! Agora existe um lugar onde os torpes Democratas possam ocupar durante o tempo que quiserem!”
50ডেমোক্রেটদের চিন্তা হচ্ছে, আপনারা বাজী ধরতে পারেন যে লোভী রিপাবলিকানরা ইতোমধ্যে তাদের লুইস ভুইটন সুটকেস গোছাতে শুরু করেছে, তেলের কুপ খনন করা শুরু করেছে এবং হ্যালিবার্টেনের তেলের ব্যারেল থেকে তেল চুয়ে পড়তে শুরু করে আরেকটি পরিবেশ বিপর্যয়ের সূত্রপাত ঘটাতে যাচ্ছে, যতক্ষণ না বারাক ওবামা এটাকে যথেষ্ট বলে ঘোষণা না করে।Os democratas pensaram: “Você pode apostar que os Republicanos gananciosos já estão a fechar suas malas Louis Vuitton, máquinas de perfuração e barris da Halliburton Fracking para explorar ainda mais o deserto de Pristine antes de Obama declará-lo fora dos limites.”
51এ্যাডভোকেট এথিস্ট হচ্ছে ত্রিস্টান ডি. ভিক-এর ব্লগ।Advocatus Ateu, um blog de Tristan D.
52তিনি জাপানে ইংরেজির শেখান। যদি কেপলার ২২বি- এক সভ্যতা বিরাজ করে থাকে যারা আন্তঃ মহাবিশ্বের যোগাযোগে সক্ষম, সেক্ষেত্রে তিনি কেপলার ২২বি-এর সাথে যোগাযোগ -এর বিষয়ে আরো আশাবাদী।Vick, um professor de Inglês no Japão, é mais esperançoso sobre a comunicação com Kepler-22b, caso abrigue uma civilização capaz de comunicação espacial.
53তিনি একটি ওয়ার্মহোল ( মহাশূন্য সময়ের মাধ্যমে একটি হাইপোথেটিকাল সংক্ষিপ্ত তৈরি করা) তৈরির পরামর্শ প্রদান করেন , যার মাধ্যমে হয়ত উভয়ের মধ্যে যোগাযোগ তৈরি করা সম্ভব।Ele sugere [en] a construção de um buraco de minhoca [en] (um atalho hipotético através do espaço-tempo), o que tornaria possível a comunicação.
54তবে তিনি স্বীকার করেন যে তার এই পরামর্শ, কেবল তত্ত্বীয় ভাবে সম্ভব।Ele admite, no entanto, que sua sugestão só é possível teoricamente.
55ভিক যে উপসংহার টেনেছেন, মনে হচ্ছে কেপলার-২২বি-এর ক্ষেত্রে শিক্ষা গ্রহণের জন্য একটি উত্তম সারংশ:Vick conclui o que parece ser um bom sumário da lição sobre Kepler-22b:
56মহাবিশ্বের বাইরের কোন প্রাণীর সঙ্গে আমরা যোগাযোগ স্থাপনে সক্ষম হব কি না, তারচেয়ে আমার কাছে মনে হচ্ছে কেপলার ২২ বি আমাদের একটা স্বপ্ন দেখাচ্ছে যা সকল মানুষের স্বপ্ন- এক অভিযানের স্বপ্ন, এক কৌতূহল জনক যাত্রা এবং ইতিহাসের এক অংশ হবার।Independentemente de existir ou não, poderíamos fazer o primeiro contato com uma raça alienígena, me parece que Kepler 22b representa um sonho que todas as pessoas compartilham-o, sonho de aventura, de viagens inter-estrelares, e de ser uma parte da história.
57আমার কাছে মনে হচ্ছে , আমরা হয়ত ইতোমধ্যে ইতিহাস নির্মাণের এক স্বাক্ষীতে পরিণত হয়েছি এবং যদিও সত্যিকার অর্থে এই বিষয়ে সচেতন না হয়ে।Me parece que já podemos estar testemunhando a história sendo feita e nem mesmo ser verdadeiramente conscientes disso.