Sentence alignment for gv-ben-20140702-43885.xml (html) - gv-por-20140621-52989.xml (html)

#benpor
1বিশ্বকাপে চমৎকারভাবে স্পেনকে হারালো চিলিChile manda Espanha para casa com uma derrota deslumbrante
2সান্তিয়াগোতে হাজার হাজার মানুষ দেখছে চিলি বনাম স্পেনের গ্রুপ বি এর ফিফা বিশ্বকাপের ম্যাচ।Milhares de pessoas em Santiago assistem ao jogo no qual o Chile derrotou a Espanha por 2-0 no Grupo B da Copa do Mundo.
3খেলায় চিলি ২-০ গোলে জয়ী হয়।Foto de Fernando Lavoz.
4ছবিঃ ফারনেন্দো লাভোজ।Copyright Demotix.
5চিলির জাতীয় ফুটবল দল প্রতিপক্ষ স্পেনকে ২-০ গোলে পরাজিত করে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ২০১৪ থেকে বিদায় করে দিয়েছে।Esta matéria contém links que levam à páginas em espanhol e português, caso você queira se aprofundar no assunto.
6ব্রাজিলের রিওডি জেনিরোয় অবস্থিত এসতাদিও দো মারাকানা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় এদোয়ার্দো ভারগাস ২০ মিনিটে প্রথমটি এবং চার্লস আরানগুইজ ৪৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন।A seleção chilena nocauteou a defesa da Espanha numa vitória de 2-0 durante a Copa do Mundo no Brasil no Estádio do Maracanã no Rio de Janeiro, com gols de Eduardo Vargas no vigésimo minuto e Charles Aránguiz no quadragésimo terceiro.
7১৮ জুন ২০১৪ তারিখে সারা বিশ্বজুড়ে বসবাসরত চিলির নাগরিকেরা তাদের এই জয় রাজপথে উদযাপন করেছেন।Quase que imediatamente, em 18 de junho de 2014, chilenos ao redor do mundo (em espanhol) sairam às ruas para celebrar.
8অত্যন্ত আন্তরিকতার সাথে অনলাইন ধারাভাষ্য দেয়া শুরু করা হয়।Os comentários na internet começaram a pipocar rapidamente também.
9এল ব্লগ ডি মি ফুটবল একুয়াটোরিয়ানো (আমার ইকুয়েডোরিয়ান ফুটবল ব্লগ) ওয়েবসাইটটি কিছু ইতিহাস স্মরণ করেছেঃ
10লা রোজা হচ্ছে চিলিয়ান এবং স্প্যানিশ উভয় জাতীয় দলেরই একটি জনপ্রিয় নাম। এর অর্থ হচ্ছে লাল।El blog de mi fútbol ecuatoriano (O blog do meu futebol equatoriano) relembra alguns fatos:
11লা রোজা তাঁর উদ্বোধনী খেলায় নেদারল্যান্ডের কাছে ৫-১ গোলে হেরেছিল। চিলির কাছে হেরে যাওয়ার পর ১৮ জুন বুধবারে তাদের ভেঙে যাওয়া মনোবলকে তারা আবার শক্তিশালী করে নিয়েছে।La Roja [A Vermelha, um nome popular dado à ambas as seleções chilena e espanhola], humilhada pela Holanda na primeira partida (5-1), confirmou sua derrocada nesta quarta-feira, 18 de junho, após ter sido derrotada pelo Chile, não tendo mais possibilidade de se classificar, mesmo após jogar contra a Austrália.
12যদিও অস্ট্রেলিয়ার সাথে তৃতীয় ম্যাচ খেলার আগেই তাদের দ্বিতীয় ধাপে যাওয়ার সব আশা শেষ হয়ে যায়। দলটির কোচ ভিসেন্টে ডেল বোসকো।A equipe de Vicente del Bosque se torna o 4º campeão da história a se despedir da Copa sem haver marcado um só gol após duas partidas.
13ফুটবল বিশ্বকাপ ইতিহাসে স্পেন চতুর্থ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সেই তালিকায় জায়গা করে নিল, যারা প্রথম ধাপে দুইটি ম্যাচে কোন পয়েন্ট অর্জন না করতে পেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল।
14ফ্লোরিডা ডায়ারিও ওয়েবসাইটটি সংক্ষেপে বর্ননা করেছেঃO site Florida Diario resumiu (em espanhol):
15সাম্প্রতিক ব্রাজিল বিশ্বকাপে সম্ভাবনাময় রক্ষণাত্মক স্পেন দলটি দুইটি ম্যাচেই হেরেছে।
16অসামান্য চিলি জাতীয় দলের কাছে হেরে তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ল। টুইটার ব্যবহারকারীরাও গর্বভরে তাদের জয় উপস্থাপন করছেন।Espanha, o ultimo campeão do mundo que prometia, fracassou nas suas primeiras duas partidas e terminou eliminada por uma notável seleção chilena.
17কেউ কেউ “তাদের” লাল শার্ট পরা দলের বিজয় উদযাপন করছেনঃUsuários do Twitter também entraram na discussão, alguns celebrando a vitória das “suas” camisas vermelhas:
18হা হা হা!!!Hahaha!!!
19মাঠে আমরা সঠিকভাবেই তাদের সাথে খেলেছি!!!Passeamos durante o jogo!!!
20চিলির জনগণকে জয় উদযাপন করতে দেখে খুব ভাল লাগছে!É ótimo ver chilenos celebrando.
21আর্জেন্টিনা থেকে তাদেরকে এভাবে আনন্দ করতে দেখে আমরা অভিভূত!Daqui da Argentina, é simplesmente maravilhoso vê-los desse jeito!
22এন্টার্কটিকেও আমরা বিজয় উদযাপন করছি।Na Antartica, estamos celebrando também.
23স্প্যানিশ দলের কোন কোন ভক্ত এই হেরে যাওয়াকেও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করেছেনঃ
24জয় পরাজয়ের উর্ধ্বে উঠে একটি দলকে ভালবাসতে হয়।Alguns fãs espanhóis tentaram ser positivos com a derrota:
25স্প্যানিশ জাতীয় দলকে এ বছরের সবকিছুর জন্যই ধন্যবাদ।Amar uma seleção vai além de vitórias e derrotas.
26চ্যাম্পিয়নেরা সবসময়ই তাদের পুরনো রূপে ফিরে যায়।Obrigado por todos estes anos, Seleção Espanhola. Campeões sempre se recuperam.
27তাই ঘুরে দাঁড়াও।Alegrem-se.
28একজন জনপ্রিয় পেশাদার বাস্কেটবল খেলোয়াড় পাউ গাসোল।Pau Gasol, um famoso jogador profissional espanhol de basquete do Los Angeles Lakers, deu algumas palavras de apoio:
29তিনি লস এঞ্জেলস লেকারে খেলেন।Ânimo, seleção.
30তিনি স্পেনকে সমর্থন জানিয়ে বলেছেনঃ আমি আমাদের জাতীয় দলকে অনুপ্রাণিত করছি।Vocês nos deram muitos momentos especiais e tenho certeza que nos farão passar por eles novamente.
31আপনারা আমাদেরকে অনেক আনন্দময় মুহূর্ত দিয়েছেন। আমি নিশ্চিত আপনারা আবারও আমাদেরকে সেই মুহূর্তগুলো এনে দেবেন।Futebol Mediaset, uma organização de notícias sobre o futebol, citou o goleiro Iker Casillas que se desculpou pela derrota:
32খেলার খবর সংগ্রহকারী সংস্থা ফুটবল মিডিয়াসেট ম্যাচের পর স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিলাসের ক্ষমা চেয়ে বলা কিছু কথার উদ্ধৃতি দিয়েছেঃ
33ইকার ক্যাসিলাসঃ “আমরা জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তবে আমরা যতোটা পেরেছি, জেতার জন্য তাঁর সবকিছুই করেছি”।Iker Casillas: “Nos descupamos ao povo, mas fizemos tudo que estava ao nosso alcance”.
34বিদ্রূপাত্মক টুইটার একাউন্ট @ইয়াউরাবি'র মতো কেউ কেউ ততোটা ক্ষমাশীল ননঃAlgumas pessoas não perdoaram tão fácil, como a usuária sarcástica @iauraB:
35হে, ইকার ক্যাসিলাস, কীভাবে একজন ভাল গোল রক্ষক হওয়া যায় সে সম্পর্কে যদি আপনি কিছু শিখতে চান, তবে মেমো সুপারম্যান ওচোয়া'র সাথে পরিচয় করিয়ে দিতে পারি।Ei, Iker Casillas, se você quiser ter algumas aulas sobre como ser um bom goleiro, posso te colocar em contato com Memo Superman Ochoa.