Sentence alignment for gv-ben-20110530-17716.xml (html) - gv-por-20110603-20810.xml (html)

#benpor
1ভারতঃ মালয়ালাম ব্লগাররা সোমাইয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেÍndia: Blogueiros se mobilizam por Soumya
2সম্প্রতি কেরালা বিক্ষোভে ফেটে পড়ে, যখন সোমাইয়া নামক এক ২৩ বছরের তরুণীকে যাত্রীবাহী চলন্তট্রেন থেকে ছুড়ে ফেলা হয়, তার আগে তাকে ধর্ষন এবং নির্মম ভাবে হত্যা করা হয়।Kerala transborda indignação com o caso de Soumya, jovem de 23 anos que foi atirada de um trem em movimento [en], estuprada e assassinada brutalmente.
3এই বীভৎস ঘটনা তখন ঘটে যখন তাকে ট্রেনের কামরায় হামলা চালানো হয় এবং এরপর তাকে হত্যা করে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। সে সময় ট্রেনের একটা যাত্রী, ট্রেনের ইমার্জেন্সি চেইন টেনে ট্রেনটিকে থামানোর ব্যবস্থা করেনি।O intrigante é que, quando ela foi atacada e atirada do trem, nenhum dos passageiros levantou um dedo para parar o veículo, puxando o dispositivo de emergência.
4নারী এবং তাদের প্রতি সংঘটিত অপরাধের বিষয়ে কেরালার সমাজ যে কত উদাসীন, এই ঘটনা তার এক পরিষ্কার প্রর্দশন।Foi uma demonstração clara de indiferença da sociedade de Kerala em relação às mulheres e aos crimes cometidos contra elas.
5এই ঘটনায় অভিযুক্ত গোবিন্দস্বামীকে পুলিশ পাকড়াও করে এবং সে বর্তমানে বন্দী।Govindaswamy [en], o acusado, foi capturado pela polícia e está preso neste momento.
6রাজ্যের পুলিশ বিভাগের মতে, গোবিন্দস্বামী এক ভিক্ষুক এবং অতীতে যার অপরাধের রেকর্ড রয়েছে।De acordo com a polícia do estado, ele parece ser um pedinte com ficha criminal.
7হটাৎ করেই এক কৌতূহল জনক ঘটনা ঘটতে শুরু করেছে, ব্লগে লেখা শুরু হয় কি ভাবে দিন আনে দিন খায় এমন এক ব্যক্তির সপক্ষে লড়াই করার জন্য একদল আইনজীবীর দাঁড়িয়ে গেছে, পাঁচজন আইনজীবী তার পক্ষ হয়ে মামলা লড়ার ইচ্ছা পোষন করেছে।De repente, a situação tomou um rumo interessante quando blogs começaram a escrever como esta pessoa, que sobrevive aparentemente com recursos escassos, conta agora com um batalhão de advogados - cinco ao todo.
8এই বিষয়ে প্রচার মাধ্যম ততক্ষণ বিস্ময়কর ভাবে নিশ্চুপ ছিল, যতক্ষণ না ভেরুথেরুলা নামক এক ব্লগার একটি ব্লগ পোস্টের মাধ্যমে এই বিষয়ে লেখা শুরু করেন।A mídia estava estranhamente silenciosa sobre o assunto até que o blogueiro ‘verutheoruila' deu início a uma campanha em seu blog.
9ব্লগ বনাম প্রচার মাধ্যম, ছবি লেখিকারBlog vs. Media. Image by author.
10ব্লগার এই ঘটনার উপর সেই সব প্রবন্ধ এবং লেখা সংগ্রহ করছে, যেগুলো কেউ খেয়াল করে না এমন বিভাগে ছাপা হয়েছে এবং সে সেগুলোকে সবার সমানে তুলে এনেছে।O blogueiro coletou artigos e trechos de textos que se encontravam nas seções menos lidas dos jornais e os trouxe para a primeira página.
11তার এই লেখার শিরোনাম “দয়া করে সোমাইয়াকে আবার হত্যা করবেন না” (মালয়ালাম ভাষায়)। এই বিষয়ে আজ পর্যন্ত যা যা ঘটেছে, ব্লগার তার বিস্তারিত বর্ণনা প্রদান করেছ।Com o título “Por favor, não mate Soumya outra vez” [ml], o blogueiro dá detalhes sobre os fatos relacionados ao assassinato que aconteceram até o momento.
12ভেরুথেরুলা তার পোস্টের উপসংহার এভাবে টেনেছে,Verutheorila conclui seu texto com:
13এটা খুব গুরুত্বপুর্ণ যে প্রচার মাধ্যম, মানবাধিকার সংস্থা এবং নারীবাদী সংগঠনগুলো সোমাইয়ার ঘটনার ক্ষেত্রে তাদের নীরবতা ভেঙ্গে জেগে উঠছে।É muito importante que os grupos de mídia, direitos humanos e entidades feministas despertem deste sono induzido relacionado ao caso de Soumya.
14অপরাধীকে ধরার ক্ষেত্রে রাজ্যের নতুন সরকারের গুরুত্বপুর্ণ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।O novo governo do estado precisa dar passos cruciais em direção à captura dos criminosos.
15যখন এই মেয়েটি খুন হয় তখন যে দুটি রাজনৈতিক দল প্রতিবাদ করেছিল, তদের আন্তরিকতার সাথে এই ঘটনার প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন।Os dois partidos políticos que saíram em protesto quando a jovem morreu precisam dar sincera atenção ao caso.
16এই বিষয়ে আমাদের সচেতনতার প্রয়োজন।Nós precisamos chegar a um consenso sobre este assunto.
17এই ঘটনার ক্ষেত্রে ইন্টারনেট এবং অনলাইন প্রচার মাধ্যমের গুরুত্বপুর্ণ কিছু ভুমিকা পালন করার আছে, অথবা আমরা আদালতে আবার সোমাইয়ার খুন হবার দৃশ্যের স্বাক্ষী হব।A Internet e a mídia digital têm um papel importante a cumprir. Caso contrário, nós podemos testemunhar o assassinato de Soumya mais uma vez, nos tribunais.
18অনলাইনের সকল ধরনের সম্প্রদায়ের কাছ থেকে এই পোস্ট সর্মথন লাভ করেছে এবং মূল পোস্টে দুইশ-এর অধিক মন্তব্য এসেছে। এই ব্লগ মূল ধারার প্রচার মাধ্যমকে বিষয়টির দিকে মনোযোগ প্রদান করতে বাধ্য করেছে।Tem emergido uma onda de apoio de todos os cantos da comunidade online a essa colocação e, com os mais de duzentos comentários no texto original, o blog forçou a grande mídia a abordar a notícia.
19সাজি মন্তব্য করেছে [মালয়ালাম ভাষায়]:Shaji comenta [ml]:
20মনে হচ্ছে এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের জ্ঞানের বাইরে।Parece que há coisas além do nosso conhecimento.
21আমরা মূলধারার প্রচার মাধ্যম সমূহকে এই ঘটনার ক্ষেত্রে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, যেহেতু এসবের বেশির ভাগই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে।Nós não podemos acreditar inteiramente no que diz a grande mídia sobre o caso, uma vez que a maior parte dos meios trabalha com interesses específicos.
22মূলধারার প্রচার মাধ্যমের কোন ধরনের সাহায্য ছাড়াই, আমাদের এই বিষয়টিকে সামনে তুলে ধরতে হবে এবং এই বিষয়টি সম্বন্ধে প্রচার করতে হবে।Sem a ajuda da grande mídia, nós precisamos levantar o assunto e nos organizar para cobrar respostas.
23এর পর যখন এটি এক গণ আন্দোলনে রূপান্তরিত হবে, তখন মূল ধারার প্রচার মাধ্যম তা আর উপেক্ষা করতে পারবে না।Aí, a grande mídia não poderá ignorar o movimento em massa.
24এমকেরালাএম সমাজের ভূমিকার উপর গুরুত্ব প্রদান করেছে [মালয়ালাম ভাষায়]:MKERALAM enfatiza o papel da sociedade [ml]:
25কেরালার সমাজ কেমন হবে?O que a sociedade de Kerala deveria ser?
26এক সভ্য সমাজ, নাকি এমন এক সমাজ যে অপরাধীদের রক্ষা করে?Uma sociedade civilizada ou uma sociedade que protege seus criminosos?
27প্রথমে আমাদের নিশ্চিত করা প্রয়োজন যে, আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি।Precisamos nos certificar de que seguiremos a primeira opção, que nós acreditamos na Justiça.
28যদি আইনপ্রণেতার বিষয়টি ভুলে যাবার মানসিকতা গ্রহণ করে, তাহলে আমরা তাদেরকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেব।Se os legisladores tendem a esquecê-lo, nós temos que lembrá-los dos seus deveres.
29আমাদের অবশ্যই এই কাজটি করার ক্ষমতা থাকতে হবে।Nós deveríamos ser capazes de fazer isso.
30শুরুতে সোমাইয়ার জন্য এক শক্তিশালী আন্দোলন গড়ে উঠেছিল, আমাদের নিশ্চিত করতে হবে যে এই আন্দোলনের শিখা যেন নিভে না যায়।Houve um movimento poderoso por Soumya no passado, nós precisamos nos certificar de que a chama não vai desaparecer.
31আমাদের দরকার পরিসংখ্যান, স্বাক্ষর, এবং এটা নিশ্চিত করা যে জনতা এর পেছনে রয়েছে।Nós precisamos de estatísticas, assinaturas, pessoas dedicadas a isso.
32কাজেই আমাদের যা যা করা দরকার তা করার চেষ্টা করা প্রয়োজন।Então tente fazer o que é preciso.
33ব্লগার সম্প্রদায় হিসেবে আমরা নিশ্চিত করতে পারি যে, এই প্রচারণার কথা সবাই শুনতে পাবেও, আসুন আমরা আনন্দ করি, আমরা জয় লাভ করব, জনতা জয় লাভ করবে, সত্যের জয় হবে।Nós, como uma comunidade de blogueiros, podemos assegurar que essa movimentação será ouvida. Oxalá, nós vamos vencer, as pessoas irão vencer, a verdade vai vencer.
34প্রচার মাধ্যমের ভুমিকা নিয়ে জিসা এলিজাবেথ-এর মত সাংবাদিকের কিছু ভিন্ন স্বর রয়েছে, যিনি মন্তব্য করেছেন [মালয়ালাম ভাষায়]:De fato, houve algumas vozes dissonantes sobre o papel da mídia, vindas de jornalistas como Jisha Elizabeth, que comenta [ml]:
35অপরাধীর আইনজীবীর তালিকায় একজন রয়েছেন, যিনি এই মামলা লড়ার জন্য মুম্বাই থেকে এসেছেন।Entre os nomes da lista de advogados, há apenas um advogado que veio de Mumbai.
36বাকী আইনজীবীরা তার তুলনায় নবীন।Os demais devem ser seus estagiários.
37কাজে কোন সূত্র থেকে আমরা নিশ্চিত হতে পারব যে, তার এই সব আইনজীবীরা সবাই স্বনামধন্য?Então com que fonte podemos confirmar que todos os cinco são advogados famosos?
38আমি ধারনা করছি যে এই পাঁচ জন আইনজীবী এখানে প্রচার লাভের উদ্দেশ্যে এসেছে এবং অপরাধীকে বাঁচানোর চেয়ে প্রচারণা লাভ তাদের মুল লক্ষ্য।Eu suspeito que este cinco advogados devem estar aqui para ganhar alguma publicidade e que essa é sua intenção maior, e não salvar o criminoso.
39কেউ একজন অস্বীকার করতে পারবে না যে, এই সকলের পেছনে এক রহস্যময় বিষয় রয়েছে।Não se pode negar também que poderia haver algo obscuro por trás de toda história.
40কিন্তু সোমাইয়ার হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল না।Mas o assassinato de Soumya não foi premeditado.
41এখন প্রচার মাধ্যম অনুসন্ধান করে দেখছে কেন এবং কখন তারা এই ঘটনার প্রতি আগ্রহী হল।A mídia está perguntando quem e por que e quando esses advogados resolveram ter interesse no caso.
42প্রচার মাধ্যমকে নিন্দা না জানিয়ে, আপনারা ব্লগ জগতে এই একই কাজ করতে পারেন।Vocês, do mundo dos blogs, podem fazer o mesmo em lugar de insultar a mídia.
43কিচু লিখেছে [মালয়ালাম ভাষায়] কেন আজকাল একজন মূল ধারার প্রচার মাধ্যমকে সম্পুর্ণ বিশ্বাস করতে পারে না:Kichu escreve [ml] sobre por que não se pode confiar completamente na grande mídia hoje em dia:
44যেমনটা চলচ্চিত্রে দেখানো হয়, মূলধারার প্রচার মাধ্যম এখন “যে লেখায় লাভ তা দিয়ে ব্যবসা করার” নীতিতে চলছে।Exatamente como os filmes retratam, a grande mídia é hoje “um negócio com conteúdo comercial”.
45আমি বিশ্বাস করি যে আজকাল সংবাদপত্রের চেয়ে ব্লগ বেশি সংবাদ প্রদান করে।Eu, atualmente, realmente confio mais nos blogs para obter notícias do que nos jornais.
46এই ঘটনা সম্বন্ধে আমি প্রচার মাধ্যম থেকে নয়, বরঞ্চ ব্লগ থেকে জানতে পেরেছি।Eu soube deste caso através de um blog e não da mídia.
47যদি আমরা আমাদের এই স্বরটি তাদের কাছে পৌঁছাতে পারি, যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তাহলে সোমাইয়ার সাথে আপনিও জিতবেন।Se nós pudermos fazer esta voz ser ouvida por aquelas pessoas que detêm o poder, então todos vocês ganham com Soumya.
48সাধারণ মানুষের দুর্দশা সম্বন্ধে আনোপ জ্যাকোব থমাস লিখেছে [মালয়লাম ভাষায়]:De outro modo, nós, o público, permaneceremos como os bobos. Anoop Jacob Thomas escreve [ml] sobre o risco comum dos homens:
49এখানে এক বেদনাদায়ক তথ্য রয়েছে যা আমি ব্যক্তিগতভাবে লাভ করেছি, এটি এমন এক রাষ্ট্র যা অপরাধীদের অনেক ভাবে রক্ষা করে থাকে এবং যতক্ষন না বিষয়টি জনসম্মুখে উঠে আসে, ততক্ষণ পুলিশ কিছুই করে না।Há um triste fato que eu experimentei pessoalmente, este é um país que “protege” criminosos e a polícia não faz nada a menos que o caso ganhe alguma repercussão.
50পুলিশ, যাদের এই ঘটনার তদন্ত করার কথা, তারা হয়ত তা করবে (কখনো, কখনো) এবং যে সমস্ত লোকদের কাছে টাকা, ক্ষমতা এবং প্রভাব রয়েছে তারা সবসময় নিরাপত্তার মধ্যে থাকে।A polícia, que supostamente deveria investigar o caso, investiga (algumas vezes) e as pessoas com dinheiro, poder e influência são sempre protegidas.
51আসুন ভাবি যে, এই বিষয়ে কিছু একটা ঘটবে, কিন্তু যতক্ষণ না প্রমাণ সহ তথ্য সরবরাহ করা হচ্ছে ততক্ষণ আদালত অসহায়।Vamos pensar que algo acontecerá, mas a corte estará desamparada a menos que fatos e evidências sejam providenciados.
52যখন জনতা মূলধারার প্রচার মাধ্যমের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে, তখন নিজস্ব এক স্বর বিপ্লব ঘটিয়েছে, যার মধ্যে দিয়ে আমরা সংবাদ মাধ্যমে এবং অনলাইন প্রচারণার সৃষ্টি করছি, যেমনটা এই ঘটনার ক্ষেত্রে ঘটেছে, যা সাধারণ মানুষদের এক কণ্ঠস্বর প্রদান করেছে, যাকে উপেক্ষা করা যায় না।Com a perda de confiança do público na grande mídia, blogs que trazem as vozes dos indivíduos têm revolucionado o modo como obtemos nossas notícias e fazemos manifestações, pois eles dão voz ao homem comum, que não pode ser ignorado.