Sentence alignment for gv-ben-20090311-1933.xml (html) - gv-por-20090308-2142.xml (html)

#benpor
1বাংলাদেশ: ইউটিউব আর ফাইল শেয়ারিং সাইটগুলো ব্লক করা হয়েছেBangladesh: Bloqueados YouTube e sites de compartilhamento de arquivos
2শুক্রবার (মার্চ ৬, ২০০৯) সন্ধ্যা থেকে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা ইউটিউব সাইটটিতে ঢুকতে পারছেন না।Usuários de internet em Bangladesh estão impossibilitados de acessar o YouTube desde a tarde de sexta-feira (6 de março de 2009).
3তারপরেই দেখা গেল যে অন্যান্য সামাজিক মিডিয়া আর ফাইল শেয়ারিং সাইট যেমন ইস্নিপ্স, মিডিয়াফায়ার ইত্যাদিও দেখা যাচ্ছে না।Em breve, as pessoas descobrirão que outros meios [de comunicação] sociais e sites de hospedagem e compartilhamento de arquivos, como Esnips, mediafire etc. também estão inacessíveis.
4বোঝা যাচ্ছে এগুলো আইআইজিতে (আর্ন্তজাতিক ইন্টারনেট গেটওয়ে) ব্লক করা হয়েছে ফায়ারওয়াল দিয়ে কারন দেখা যাচ্ছে এগুলোতে প্রক্সির মাধ্যমে ঢোকা যায়।Aparentemente estão bloqueados por firewall no IIG (International Internet Gateway), pois podem ser acessados por um servidor proxy.
5তর্পন বাংলাদেশ সরকারের কাছে ইন্টারনেটের স্বাধীনতা না কেড়ে নেয়ার আবেদন করেছেন।Torpon apela [en] ao governo para que não tire a liberdade da internet, depois deste dar mostras de filtros de conteúdo:
6তিনি ফিল্টারিং এর কিছু প্রমান দিয়েছেন: ঢাকায় ইউটিউবে ঢুকতে গিয়ে টাইম আউট হয়ে যাচ্ছিল দেখে অনেকে ভাবছিলেন যে ইউটিউবের সার্ভারের সমস্যা ।Enquanto acessava o YouTube desde Daca, um “erro por tempo esgotado” retornou e as pessoas pensaram que havia algo errado com o servidor do YouTube.
7এরপর দেখা যাচ্ছিল যে ইস্নিপস্ এও ঢোকা যাচ্ছে না । তখন সন্দেহ করা হলো যে সমস্যাটি অন্য কোন খানে ।Em breve as pessoas descobriram que não conseguiam acessar o E-snips (site de compartilhamento de arquivos).
8কোথাও ডেটা ব্লক হয়ে যাচ্ছে ।Então elas temeram que em algum lugar os dados estivessem sendo bloqueados.
9প্রমাণ ছাড়া সরকার কে দোষ দেয়াটা অযৌক্তিক ।Não é lógico culpar o governo sem prova e razão.
10কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে অভিজ্ঞ বাংলাদেশী নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গা থেকে জানালেন সরকারী কোন সার্ভারের ফায়ারওয়ালে ইউটিউব সহ অনেক গুলো সাইট ব্লক করা হয়েছে।Mas rapidamente os expertos em TI e engenheiros de rede de todo Bangladesh avisaram o YouTube e outros sites de que estavam sendo bloqueados por um firewall em algum servidor do governo.
11স্ক্রীনশট তর্পনের সৌজন্যেImagem por cortesia de - Torpon
12বাংলাদেশ লিনাক্স ইউজার গ্রুপের সার্ভার থেকে গুগল, ইউটিউব এবং ইস্নিপসের সাইটে ট্রেসরাউট কমান্ড দিয়ে দেখা গেছে, গুগল ঠিকই পৌছে যাচ্ছে গুগলের সার্ভারে কিন্তু বাকি দুটো আটকে গেছে বিটিটিবির ফায়ার ওয়ালে।Quando o comando traceroute era executado desde o servidor do grupo de usuários de Linux de Bangladesh em busca dos sites Google, YouTube e E-snips sites, o resultado mostrou que o servidor Google não podia ser alcançado e que os outros dois ficavam retidos no firewall BTTB.
13ম্যাঙ্গো আর বিটিসিএল (পূর্বের বিটিটিবি) হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল আইআইজি (আর্ন্তজাতিক ইন্টারনেট গেটওয়ে)।Mango e BTCL (anteriormente BTTB) são os IIGs (International Internet Gateway) oficiais em Bangladesh.
14গত এপ্রিল থেকে শুরু হয়ে, নিয়ম অনুসারে, সকল বাংলাদেশী আইএসপি তাদের আন্তর্জাতিক ইন্টারনেট এক্সেস পথ ঠিক করবে ম্যাঙ্গো বা বিটিসিএল এর মাধ্যমে, যারা ট্রাফিক পাঠায় ভিস্যাট বা সাবমেরিন কেবল এর মাধ্যমে।Iniciados em abril passado, por regulamento, todos os ISPs bengalis devem rotear seus dados internacionais para o Mango, ou BTCL, que enviam os dados por cabos submarinos ou vsats.
15ইউটিউবের নিষেধাজ্ঞার খবর সমর্থন করেছে বাংলা সংবাদপত্র প্রথম আলো।O bloqueio ao Youtube foi confirmado [bn] pelo jornal bengali Prothom Alo.
16টুইটার ব্যবহারকারী মাহে আলম খানও অন্যান্য সাইটের নিষেধাজ্ঞা সম্পর্কে জানিয়েছেন:O usuário de Twitter Mahay Alam Khan relata o bloqueio de mais sites:
17মাহেআলমখান: ইউটিউব, ইস্নিপ্স, মিডিয়াফায়ার, ফাইলফ্রিক, আপ্লোড- এম্পি৩ নিষিদ্ধ বা ব্লক করা হয়েছে বাংলাদেশে।mahayalamkhan: youtube, eSnips, midiafire, filefreak, upload-mp3 estão banidos ou bloqueados em Bangladesh.
18দয়া করে রি-টুইট করেন।Por favor, re-twitt.
19রাসেল জন চিন্তা করছেন কেন এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে:Russell John especula [en] o por quê de banir:
20সরকার কেন এটা করলো?Por que o governo fez isso?
21এটা একটা অডিও রেকর্ডিং এর জন্য যা আমাদের মহান প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তিকে হয়ত খর্ব করতে পারে।É por causa da gravação em áudio que poderia “pôr em risco” a reputação do nosso grande primeiro ministro Sheikh Hasina.
22এখনের মতো তারা ইউটিউব আর ইস্নিপ্স ব্লক করেছে, কিন্তু ভবিষতে আরো সাইটও করতে পারে।Por enquanto bloquearam YouTube e eSnips, mas no futuro podem ser mais sites.
23হয়তো ফেসবুক?Talvez também o Facebook?
24মানুষ তো ওখানে অনেক কিছু প্রচার করে।As pessoas compartilham montes de coisas por lá.
25সাম্প্রতিক বিডিআর বিদ্রোহ আর সেনা কর্মকর্তাদের হত্যার পরে ঢাকাতে প্রধানমন্ত্রী শোকাহত সেনা কর্মকর্তাদের সাথে সেনাকুঞ্জে একটা গোপন রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন যেখানে সংবাদ মাধ্যম বা বাইরের কারো প্রবেশাধিকার ছিলনা।Após o recente motim da BDR [Bangla Desh Rifles, força paramilitar bengali] e massacre de oficiais do exército [en] em Daca, o primeiro ministro encontrou os oficiais lesados em uma reunião confidencial a portas fechadas em Shenakunja, onde nem a imprensa e nem civis foram permitidos entrar.
26মিটিং এর কথপোকথন মোবাইল ফোনে রেকর্ড করা হয় ও তা বাইরে বেরিয়ে যায়। একে ইউটিউব আর ইস্নিপ্স সহ বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট সাইটে আপলোড করে প্রকাশ করা হয়।As conversas da reunião e a gravação do vídeo de um celular vazaram, foram publicadas e compartilhadas em muitos sites, incluindo E-snips e YouTube.
27আনহার্ড ভয়েস ব্লগ বেরিয়ে যাওয়া অডিও ফাইলের ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। এটাকে কিছু লোক ব্যবহার করেছেন রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করার জন্য আর সেনা ও প্রধানমন্ত্রীকে ছোট করার জন্য।O blog Unheard Voice discute [en] o assunto do vazamento dos arquivos de áudio que estão sendo usados por alguns quartéis para criar tensão política e fazer mal ao exército e ao primeiro ministro.
28ডার্ক ওশান নিডস আ লাইটহাউস বলেছেন:Dark ocean needs a lighthouse diz [en]:
29বাংলাদেশ সরকার যদি মনে করেন যে ইন্টারনেট সেবা মোবাইল ফোন সেবার মতো তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন।
30অনেক ভাবে মানুষ ব্লক করা সাইট দেখতে পারে।Youtube, eSnips etc são serviços muito comuns e úteis.
31এই ক্ষেত্রে যে কেউ অ্যানোনিমাস প্রক্সি ব্যবহার করে ফায়ারওয়াল ডিঙ্গাতে পারে!! ইউটিউব, ইস্নিপ্স ইত্যাদি খুব সাধারণ আর দরকারী সার্ভিস।Se o governo de Bangladesh Govt acha qualquer áudio e vídeo perigoso para nossa sociedade, ele poderia pedir diretamente ao YouTube para que fossem retirados.
32যদি বাংলাদেশ সরকার বিশেষ কোন অডিও বা ভিডিও আমাদের সমাজের জন্য ক্ষতিকর মনে করেন তারা সরাসরি ইউটিউবকে অনুরোধ করতে পারে তা সরিয়ে দেওয়ার জন্য।
33এই ধরনের ব্লক করা বোকামিই শুধু না সরকারের অভিসন্ধি নিয়ে প্রশ্নও ওঠে।Um bloqueio tão primitivo não é apenas estupidez, mas também levanta questionamentos obre a intenção do governo.
34কিছু ব্লগার যেমন কায়েস মাহমুদ বিভিন্ন প্রক্সি লিঙ্ক দিচ্ছেন যাতে অন্যরা ব্লক করা সাইটগুলোতে ঢুকতে পারে।Alguns blogueiros, como Kayes Mahmud, estão disponibilizando links de servidores proxy, para que assim outras pessoas tenham acesso ao conteúdo bloqueado.
35রাজন সান জানিয়েছেন যে সেনাকুঞ্জে বৈঠকের কথোপকথন এরই মধ্যে স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।Razon Sun aponta que o conteúdo da reunião em Shenakunjo já foi publicado em um jornal local [bn].
36তাই ইন্টারনেট ব্লক করার পিছনে আসলে কোন যুক্তি নেই।Então não há nenhuma razão para bloquear a internet.
37এখানে বলা ভালো যে বাংলাদেশের বাইরের বাংলাদেশীরা সহজেই এই জিনিষগুলো দেখতে পারছেন, যা ডাউনলোড করে ইমেইলের মাধ্যমে অনায়াসেই পাঠানো যায়।Pode ser mencionado aqui que os bengalis fora de Bangladesh podem facilmente acessar tal conteúdo, que também podem ser descarregados por email e por email compartilhado.
38সুশান্ত বলেছেন:Sushanta diz [bn]:
39প্রচারণা বন্ধ করার আগে দেখেন কিভাবে এটা রেকর্ড হলো? প্রথমে কোন সাইটে এটা আপ্লোড হয়েছে।Antes de tentar bloquear áudio/vídeo, por favor vejam antes como foram gravados e onde foi publicado pela primeira vez.
40সেনাকুঞ্জের সভার ভিডিও টা দেখেন ভালো করে কোন সেনা কর্মকর্তা মোবাইল হাতে চুপেচাপে রেকর্ডিং করছে।Por favor confiram o vídeo da reunião em Shenakunja para identificar quem o gravou.
41এটা ধরা তেমন কঠিন কাজ না।Não é difícil de descobrir.
42রাসেল তার অস্থিরতা প্রকাশ করেছেন:Russell desabafa [en] sua frustração:
43যা অদ্ভুত তা হচ্ছে এই সরকারী “ডিজিটাল বাংলাদেশ” এর কথা বলে সবসময়ে।O irônico é que este é o mesmo governo que fala sobre “Bangladesh Digital” o tempo todo.
44আমরা এখন জানি ডিজিটাল বাংলাদেশ কেমন।Agora sabemos como é Bagladesh Digital.
45এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ইউটিউব আর অন্যান্য ফাইল শেয়ারিং সাইটকে বাংলাদেশে আবার উন্মুক্ত করা যায়।A questão agora é como desbloquear o YouTube e outros sites de compartilhamento em Bangladesh.
46আমরা আগেও দেখেছি যে কর্তৃপক্ষ স্বীকার করেন না যে এই ধরনের নিষেধাজ্ঞা করা হয়েছিল আর দোষ চাপানো হয় কারিগরি ত্রুটির উপরে।Vimos em casos anteriores que as autoridades não reconhecem que tais bloqueios foram culpa de defeitos técnicos.
47‘অবাধ তথ্য প্রবাহ অধিকার আইন' এর অভাবে একজন সাধারণ নাগরিকের পক্ষে এটা কঠিন জিজ্ঞাসা করা যে কেন এমন করা হয়েছিল।Na falta da “Lei do Direto à Informação”, é difícil para um cidadão comum perguntar o por quê de se fazer isso.
48আমরা আশা করি কর্তৃপক্ষ সকল সাইট খুলে দেবেন সমালোচনা বন্ধ করতে আর সরকারের বিরুদ্ধে অপপ্রচার রোধ করার জন্য।Esperamos que as autoridades desbloqueiem todos os estes sites para prevenir mais controvérsias e má publicidade para o governo.