# | ben | por |
---|
1 | জলবায়ু পরিবর্তনের প্রতিবাদে প্যাসিফিক অঞ্চলের দ্বীপবাসীরা অস্ট্রেলিয়ার বন্দরে কয়লার জাহাজ অবরোধ করেছে | Habitantes de ilhas do Pacífico bloqueiam navios cargueiros de carvão em porto australiano para protestar contra as mudanças climáticas |
2 | ছবিতে দেখা যাচ্ছে, নিউক্যাসল বন্দরে প্যাসিফিক অঞ্চলের দ্বীপগুলোর ১২টি সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত হয়েছেন। | Cena no porto de Newcastle, onde representantes de 12 nações das ilhas do Pacífico vieram para alertar sobre a mudança climática, bloqueando os movimentos dos navios cargueiros de carvão. |
3 | তারা এখানে এসে কয়লার জাহাজ অবরোধের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরির কাজ করছেন। | |
4 | ৩৫০. অর্গ প্রতিষ্ঠানের জন্য ছবি তুলেছেন ডিন সিওয়েল/ওকুলি। | Fotografia de Dean Sewell/Oculi para a 350.org. |
5 | শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪। | Sexta, 17 de outubro de 2014. |
6 | অ্যারন প্যাকার বৈশ্বিক জলবায়ু আন্দোলন বিষয়ক সংগঠন ৩৫০. অর্গ-এর জন্য এই প্রতিবেদনটি লিখেছেন। | Esta matéria contém links que levam a outras páginas, inclusive em outros idiomas, caso você queira se aprofundar no assunto. |
7 | কনটেন্ট শেয়ারিং চুক্তির আওতায় গ্লোবাল ভয়েসেস-এ প্রতিবেদনটি পুনর্প্রকাশ করা হলো। বিশাল বিশাল কয়লাবাহী জাহাজগুলো অস্ট্রেলিয়ার নিউক্যাস্ট্রল বন্দরে নোঙর করে আছে। | Este artigo foi escrito por Aaron Packard para a 350.org, uma organização que forma um movimento mundial pelo clima, sendo republicado no Global Voices como parte de um acordo de compartilhamento de conteúdo. |
8 | তবে সেগুলো যেন সেখান থেকে আর কোথাও যেতে না পারে, সেজন্য অবরোধ করতে কাঠের নৌকা চালিয়ে সেখানে গেছে ৩৫০. | Em 17 de outubro, os guerreiros do Pacífico contra a mudança climática da organização 350.org adentraram o porto de Newcastle remando, seguidos por centenas de australianos, e confrontaram os gigantescos navios cargueiros de carvão. |
9 | অর্গের জলবায়ু সৈনিকরা। | Uma verdadeira cena de David contra Golias. |
10 | আর তাদের সাথে যোগ দিয়েছে অস্ট্রেলিয়ার আরো শ'খানেক মানুষ। | Numa demonstração de coragem, esses guerreiros enfrentarem a indústria de combustível fóssil, que ameaça o meio ambiente onde vivem. |
11 | ইয়া বড়ো জাহাজগুলোর পাশে ক্ষুদ্র ক্ষুদ্র নৌকা দেখে যে কারো ডেভিড বনাম গোলিয়াথের কথা মনে পড়বে। শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪-এ ঘটনাটি ঘটে। | Usando canoas tradicionais talhadas manualmente, juntamente com dezenas de australianos em caiaques, eles conseguiram impedir que dez navios programados para atracar entrassem no porto de carvão de Newcastle. |
12 | জলবায়ু সৈনিকদের কাণ্ড দেখে সবাই তো অবাক। কারো কারো প্রশ্ন, এই সাহস তারা কই থেকে পেল! | Mais importante ainda, os guerreiros se mantiveram altivos e a mensagem deles foi ouvida alta e clara: eles não estão se afogando, estão lutando. |
13 | আসলে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি শিল্প তাদের বসতবাড়ি হুমকির মুখে ফেলে দিয়েছে। | Enquanto os guerreiros continuam a sua jornada, ajude-nos a contar a história corajosa deles - compartilhe-a com os seus amigos. |
14 | বসতবাড়ি রক্ষায় তারা এমন প্রতিবাদে নেমেছেন। | Eles continuarão lutando, mas eles não podem fazê-lo sozinhos. |
15 | হাতে তৈরি ক্যানু, ডজনখানেক অস্ট্রেলিয়ান কায়াকের মাধ্যমে বন্দরে অবরোধ করে তারা গন্তব্যে রওনা দেয়ার তালিকায় থাকা ১০টি জাহাজকে প্রতিরোধ করেছিলেন। | |
16 | তাদের পরিষ্কার বার্তা ছিল: আমরা ডুবে মরবো না, যুদ্ধ করবো। | |
17 | জলবায়ু সৈনিকরা এখানেই থামবেন না। | Confira as imagens do que aconteceu: |
18 | তারা তাদের প্রতিবাদী কার্যক্রম অব্যাহত রাখবেন। তারা তাদের এই সাহসী লড়াইয়ের গল্প আপনার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেয়ার অনুরোধ করেছেন। | A foto mostra cenas do Porto de Newcastle, onde representantes de 12 nações das ilhas do Pacífico vieram para alertar sobre a mudança climática, bloqueando os movimentos dos navios cargueiros de carvão. |
19 | তারা তাদের লড়াই চালিয়ে যেতে চান। | Fotografia de Jeff Tan para a 350.org. |
20 | তবে তারা একা লড়াই করে কোনো ফল-ই আনতে পারবেন না। | Sexta, 17 de outubro de 2014. |
21 | এখানে দেখুন সেদিনের ঘটনাপঞ্জি: ছবিতে দেখা যাচ্ছে, নিউক্যাসল বন্দরে প্যাসিফিক অঞ্চলের দ্বীপগুলোর ১২টি সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত হয়েছেন। | A foto mostra cenas do Porto de Newcastle, onde representantes de 12 nações das ilhas do Pacífico vieram para alertar sobre a mudança climática, bloqueando os movimentos dos navios cargueiros de carvão. |
22 | তারা এখানে এসে কয়লার জাহাজ অবরোধের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরির কাজ করছেন। | |
23 | ৩৫০. অর্গ প্রতিষ্ঠানের জন্য ছবি তুলেছেন জেফ ট্যান। | Foto de Dean Sewell/Oculi para a 350.org. |
24 | শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪। | Sexta, 17 de outubro de 2014. |