Sentence alignment for gv-ben-20090506-2688.xml (html) - gv-por-20090430-2899.xml (html)

#benpor
1মিশর: যৌন নিপীড়ন নিয়ে চলচ্চিত্রের পরিকল্পনাEgito: Revelados planos para filme denunciando assédio sexual
2মিশরের মেয়েদের বিরুদ্ধে যৌন হয়রানী-বিরোধী দিবসের সাফল্যের পরে মিশরী ব্লগার আসের ইয়াসের মহিলাদের আমন্ত্রন জানিয়েছেন এই ব্যাপারে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরার জন্য।Depois do sucesso do Dia Sem Assédio Sexual no Egito [en], a blogueira egípcia Asser Yasser convidou as leitoras a compartilharem o que pensam sobre o assunto.
3আসের লিখেছেন:Asser escreveu: *******
4এই ডকুমেন্টারি কয়েকজন মহিলার পাঁচ মিনিটের জন্য রাস্তায় হাঁটার সময় তাদেরকে অনুসরণ করার উপর ভিত্তি করে হবে।
5আমাদের উদ্দেশ্য হচ্ছে কাজের সময়ে তারা কি ধরনের হয়রানীর সম্মুখীন হয় তা চিত্রে ধারন করা।
6পরবর্তীতে ধরণগুলো ভাগ করে স্বাধীনভাবে গবেষণা করা হবে।Precisamos de voluntárias!
7স্বেচ্ছাসেবক দরকার! মিশরীয় নারীরা হয়রানীর বিরুদ্ধে একত্র হচ্ছেMulheres egípcias dão as mãos contra o assédio
8কর্মীরা কিছু ছবিও দিয়েছেন (উপরে দেখুন) আর বর্ণনা দিয়েছেন কি ধরণের কার্যক্রম ঠিক করা হয়েছে হয়রানী-প্রতিরোধ্মূলক দিবসের জন্য।O ativista também divulgou fotos (veja acima) e detalhes das atividades realizadas no dia contra o assédio aqui.
9আসেরের আহ্বান বেশ কিছু সাড়া পেয়েছে, যার মধ্যে সব থেকে আকর্ষনীয় ছিল কানাডায় থাকা একজন মিশরীয় নারী ব্লগার ওয়ান্ডারিং স্কারাবের এই বিষয়ে দেয়া একটা ব্লগ পোস্ট:
10৯০ এর দশকের প্রথম দিকে যখন মিশরে ছিলাম, প্রতিদিন যৌন হয়রানীর সম্মুখীন হতাম আমি। মুদির দোকানের ক্লার্ক থেকে আমার পিজ্জার অর্ডার নেয়ার লোক পর্যন্ত; মিশরে যৌন হয়রানী খুবই সাধারণ একটি বিষয়।O chamamento de Asser contou com várias respostas, sendo que a mais interessante foi uma postagem em solidariedade à causa no blogue Wandering Scarab, de uma mulher egípcia morando no Canadá:
11কিছু আচরণ যা পশ্চিমে যৌন অসাদাচরন হিসাবে ধরা হবে তা মিশরে একেবারে গ্রহণযোগ্য যেমন সিটি বাজানো আর পাশে দিয়ে যাওয়া মহিলাদের প্রতি খারাপ কথা বলা।
12নারী হিসাবে আমাদেরকে প্রায় শেখানো হয় যে আমাদের মধ্যে কিছু ভুল আছে আর আমরা হয়তো ভুল ইঙ্গিত দেই বা যৌন খাদকদের মনোযোগ আকর্ষণের জন্য কিছু করি তাই এমন হয়।
13এর থেকে ভুল কিছু হতে পারে না। আমার অভিজ্ঞতায় কিছু ঘটনা মনে পড়ে- কিছু মজার, কিছু ভয়ের।A postagem continua com mais detalhes sobre assédio, em inglês e árabe.
14গড়ে প্রতিটি মিশরীয় মেয়ে, আমি সহ, যৌন নিপীড়নের সম্মুখীন হয় অনবরত তাদের জীবনের সাধারণ অংশ হিসাবে।
15এই পোস্টে তিনি হয়রানীর আরো বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন- ইংরেজী আর আরবীতে।