Sentence alignment for gv-ben-20120803-29689.xml (html) - gv-por-20120731-39155.xml (html)

#benpor
1ইথিওপিয়া: মুসলমানদের প্রতি খ্রীস্টানদের একাত্মতার বার্তাEtiópia: Mensagens de solidariedade de cristãos para muçulmanos
2ধর্মীয় কর্মকাণ্ডে সরকারের হস্তক্ষেপের অবসানের দাবীতে যখন ইথিওপিয়ার মুসলমানেরা তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, তখন স্বদেশী খ্রিষ্টানদের তরফ থেকে তাদের এই দাবীর প্রতি একাত্মতা ঘোষণা করে প্রদান করা বার্তা ইথিওপিয়ার ডিজিটাল জগতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।[Todos os links levam a sites em inglês] No momento em que os muçulmanos da Etiópia prosseguem com seus protestos pacíficos para tentar pôr um fim na intromissão do governo em assuntos religiosos, mensagens de unidade enviadas por compatriotas cristãos viralizam na esfera digital do país.
3ইথিওপিয়ার মুসলমানদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করার জন্য ইথিওপিয়ার অনেক খ্রিষ্টান নাগরিক তাদের ফেসবুকের স্ট্যাটাসের পরিবর্তন ঘটিয়েছেMuitos etíopes cristãos mudaram o status no Facebook para declarar apoio aos etíopes muçulmanos.
4এই বিষয়ে আবেইয়া তেকলেমারিয়াম-এর একাত্মতার বার্তার সারাংশ-এর চেয়ে উত্তম আর কিছু নেই:Não há uma forma melhor de resumir o acontecimento do que a mensagem de unidade de Abiye Teklemariam:
5যখন কেউ, প্রার্থনার মত আমার মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করে আমি তা পছন্দ করি না।Eu não gosto quando você pisa no meu direito básico ao culto.
6যখন কেউ তার নিজস্ব সংস্করণে আমার ধর্মকে আমার কণ্ঠে উচ্চারিত করায় তখন আমি তা পছন্দ করি না।Eu não gosto quando você enfia a sua versão da minha religião na minha goela.
7যখন কেউ আমার নেতাদের কোন কারণ অথবা কোন বিশেষ প্রক্রিয়া ছাড়াই গ্রেফতার অথবা কারাগারে প্রেরণ করার হুমকি প্রদান করে আমি তা পছন্দ করি না।Eu não gosto quando você intimida, detém e prende meus líderes sem qualquer motivo legítimo ou sem o devido processo judicial.
8যখন কেউ আমার প্রার্থনার স্থান নষ্ট করে আমি তা পছন্দ করি না।Não gosto quando você profana o meu templo de adoração.
9যখন আমার সুন্দর এই দেশে কেউ খ্রিষ্টান এবং মুসলমানদের মাঝে সন্দেহ এবং ভয়ের আগুন জ্বেলে দেয়, তখন বিষয়টিকে আমি পছন্দ করি না।Não gosto quando você atiça as chamas da suspeita e do medo entre cristãos e muçulmanos neste meu belo país.
10কেউ কেউ সকল সময়ের জন্য কিছু নাগরিককে বোকা বানাতে পারবে, এবং সকল নাগরিকদের কিছুটা সময় হয়ত বোকা বানানো যায়, কিন্তু সকল নাগরিকদের কেউ সকল সময় বোকা বানাতে পারবে না।Você pode enganar algumas pessoas o tempo todo e todas as pessoas por algum tempo, mas não consegue enganar todas as pessoas o tempo todo.
11আমি আবিইয়ে তেকলেমারিয়াম এবং আজকের দিনে আমি একজন মুসলমান।Eu me chamo Abiye Teklemariam.
12একাত্মতার বার্তা: [আহমারিক ভাষায়] একটি অসুস্থ সরকারের প্রচারণায় আমরা বিচ্ছিন্ন হচ্ছি না।E hoje EU SOU MUÇULMANO!
13নিজের পাবলিক ফেসবুকের পাতায় ছবি আপলোড করেছেন গেটু নিগুসি।Jawar Mohammed postou:
14“আমাদের ইথিওপিয়ার মুসলমানরা, তাদের খ্রিষ্টান ভ্রাতা ও ভগ্নিদের সম্মান করে এবং আমরা আশা করি যে সাম্প্রতিক এই লড়াই এবং সংঘর্ষ মুসলমান বনাম খ্রিষ্টানদের মাঝে এক বৃহত্তর সংঘর্ষের সৃষ্টি করবে না।“Os muçulmanos na Etiópia respeitam os nossos irmãos e irmãs cristãos e estão esperançosos de que as lutas e violência recentes não acarretarão um conflito maior entre muçulmanos e cristãos.
15এই মুহূর্তে ইথিওপিয়ার জন্য আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।”Temos outros assuntos mais importantes para tratar na Etiópia neste momento.”
16আমি এর সাথে সম্ভবত একটি বিষয় যোগ করতে পারি যে কিছু আন্তর্জাতিক চরিত্রের নোংরা ইচ্ছা এবং আমাদের অসৎ স্বৈরশাসকদের ইচ্ছাকৃত উত্তেজনা ছড়ানোর ঘটনা সত্ত্বেও, আমরা এই দেশের নাগরিকরা দেশটির মুসলমান এবং খ্রিষ্টান সম্প্রদায়ের মাঝে কখনো হানাহানির সৃষ্টি হতে দেব না।Posso acrescentar que, apesar de certas figuras ‘internacionais' desejarem mal e da provocação deliberada da parte de nossos vis ditadores, nós, cidadãos deste país, nunca permitiremos um conflito entre as nossas comunidades muçulmana e cristã.
17বাস্তবতা হচ্ছে নিজেদের মধ্যে লড়াই করার বদলে আমাদের করার মত আরো কিছু কাজ রয়েছে, যেমন স্বৈরশাসকদের উপর চড়াও হওয়া এবং আমাদের দেশ থেকে দরিদ্র দূর করা।Na verdade, temos coisas melhores a fazer, como nos livrarmos dos ditadores e ajudar o nosso país a sair da pobreza, em vez de lutarmos entre nós mesmos.
18ওবাং মেথো তার একাত্মতার বার্তায় কোরআনের একটি আয়াত যুক্ত করেছেঃ:A mensagem de unidade de Obang Metho incluiu versos do Alcorão [post atualmente indisponível]:
19মেলেস এবং তার দল টিপিএলই আমাদের কাছ থেকে প্রকৃত ইথিওপিয়াকে চুরি করে নেওয়ার এবং আমাদের মাঝে বিভক্তি তৈরির চেষ্টা করছে।Meles e seu partido, o TPLF, estão tentando nos roubar a verdadeira Etiópia para nos dividir.
20কি ভাবে তাকে আমরা আমাদের পরিবারের মাঝে বিভক্তি তৈরি করা থেকে বিরত রাখতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একই বন্ধনের মাঝে আবদ্ধ রাখতে পারি?Como podemos impedi-lo de destruir as nossas famílias e de manter as gerações futuras em cativeiro?
21আমরা নিজেরা নিজেদের যেমনটা ভালবাসি, ঠিক সে রকম ভালোবাসা প্রতিবেশীদের প্রদর্শন করে তাকে থামাতে পারি।Nós podemos detê-lo amando o nosso próximo como a nós mesmos.
22আমরা ঘৃণা, দূর্নীতি, অন্যায়, গণহত্যা, লোভ, মিথ্যা সহ্য করার মত বিষয়কে প্রত্যাখান করে এই কাজটি করতে পারি অথবা ধৈর্য্য ধরে চুপচাপ বসে থাকতে পারি।Podemos fazer isso nos recusando a tolerar o ódio, a corrupção, a injustiça, o genocídio, a ganância e as mentiras, ou não fazendo nada.
23যেমনটা কোরআন-এ বলা হয়েছে [২:২৬৩] বিনয়ী বাক্য এবং ক্ষমা, আহত ব্যাক্তির শুশ্রূষার চেয়ে উত্তমঃ এবং আল্লাহ স্বনির্ভর ও ধৈর্য্য ধারণকারী।Como diz o Alcorão, [2:263] “Uma palavra cordial e o perdão são preferíveis a caridades seguidas de injúria, porque Deus é por si Tolerante, Opulentíssimo.”
24টুইটারে ওয়েলানাসা আসরাত নামক ভদ্রমহিলা তার স্বদেশী মুসলমান সম্প্রদায়কে পরামর্শ প্রদান করেছে, যেন তারা তাদের প্রতিবাদ চালিয়ে যায়, ভদ্রমহিলা টুইট করেছে:No Twitter, Welansa Asrat aconselhou seus compatriotas muçulmanos a continuarem protestando. Ela disse [em post atualmente indisponível]:
25@ডিআর_আসরাত:ইথিওপিয়ার মুসলমানেরা আপনারা আপনাদের প্রতিবাদ চালিয়ে যান এবং জেনে রাখুন সারা বিশ্বের খ্রিষ্টানরা আপনাদের প্রতি সমর্থন প্রদান করছে-শত শত বছর ধরে অব্যহত ভাবে চলতে থাকা ভালোবাস এবং শ্রদ্ধা আমাদের মাঝে বজায় রয়েছে।@Dr_Asrat: Etiópia Etíopes muçulmanos, continuem protestando e saibam que cristãos em todo o mundo os apoiam - Séculos de amor & respeito entre nós.
26ইথিও-মুসলিম নামক হ্যাশট্যাগের প্রভাব পরিমাপ করার জন্য মোহাম্মদ আদেমো হ্যাশট্র্যাকিং ব্যাবহার করেছে :Mohammed Ademo usou o HashTracking para mensurar o impacto das mensagens com a hashtag #EthioMuslims no Twitter:
27@ওপ্রাইড: #ইথিওমুসলিম-এ ৩২৩টি টুইট এতে যুক্ত হয়েছে, এটি ১৪০,০০০ হাজার দর্শক+ একটি মনোভাবের সৃষ্টি হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে এটি ৫০, ৫৭১ জন অনুসারী সৃষ্টি করেছে, যা ভায়া@হ্যাশট্রাকিং-এর মাধ্যমে জানা যাচ্ছে।@OPride: 323 tweets com a tag #EthioMuslims geraram mais de 140 mil compartilhamentos, alcançando 50.671 seguidores em 24 horas via @hashtracking
28ছয় মাস ধরে ইথিওপিয়ার চলা মুসলমানদের প্রতিবাদ ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও তা চলবে।Os protestos pacíficos dos muçulmanos etíopes já duram mais de um ano, e não têm data para acabar.
29জনসংখ্যার দিক দিয়ে ইথিওপিয়ায় খ্রিষ্টানদের পরে মুসলমানদের অবস্থান।O Islã é a segunda religião mais praticada na Etiópia, depois do Cristianismo.
30ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য অনুসারে ইথিওপিয়া “প্রথম অভিবাসন বা হিজরতের স্বর্গ” নামে পরিচিত।Na história e tradição islâmicas, a Etiópia é conhecida como o “paraíso da primeira migração, ou Hijra”.