Sentence alignment for gv-ben-20100720-11835.xml (html) - gv-por-20100720-10321.xml (html)

#benpor
1ইরান: বাজার বন্ধ, কারণ ব্যবসায়ীদের ধর্মঘট চলছেIrã: Bazares Fechados para Negócios Enquanto Greve do Comerciantes Continua
2তেহরানের প্রধান সব বাজারের ব্যবসায়ীদের ধর্মঘট দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে।A greve dos comerciantes no principal bazar de Teerã entrou na segunda semana.
3সরকারকে কর প্রদান নিয়ে সৃষ্টি এই ধর্মঘট চলছেই যদিও সরকার ব্যবসায়ীদের সাথে এক সমঝোতায় আসার চেষ্টা করছে যে পরিমাণ ট্যাক্স বাড়াবার পরিকল্পনা করেছিল তা কমিয়ে আনার মাধ্যমে। গত সপ্তাহে এই করের পরিমাণ ৩০ শতাংশ বাড়ানো হয়, পরে সোমবারে তা ১৫ শতাংশে কমিয়ে আনা হয়।As greves por causa dos impostos continuaram, apesar dos esforços do governo para chegar a um acordo com os comerciantes, diminuindo os aumentos de impostos programados em 30% na semana passada e 15% na segunda-feira.
4ইরানের প্রধান প্রধান শহর যেমন, তাব্রিজ ইস্ফাহান-এর ব্যবসায়ীরাও তাদের দোকান বন্ধ রেখেছে।Lojas também começaram a fechar suas portas em outras grandes cidades, como Tabriz e Isfahan.
5বেশ কয়েকজন নাগরিক সাংবাদিক ভিডিও, ছবি (উপরের ছবিটি তাব্রিজের বাজারের) মন্তব্যের মাধ্যমে এই ঘটনার উপর আলোকপাত করেছে, অন্যদিকে সরকারি প্রচারমাধ্যম এই বিষয়ে নিশ্চুপ রয়েছে এবং তারা ইরানের ৩০ বছরের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মঘটের সংবাদ উপেক্ষা করে যাচ্ছে।Vários jornalistas-cidadãos relataram os eventos publicando vídeos, fotos (acima, o bazar de Tabriz) e comentários, enquanto a mídia oficial se mantém em silêncio e tenta ignorar uma das greves mais importantes nos últimos 30 anos no Irã.
6১৪ জুলাই বুধবার তেহরানের বাজারসমূহের ধর্মঘটGreve no bazar de Teerã, quarta, 14 de julho.
7যে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন:Lição para aprender
8চেঞ্জ ইরান লিখেছে [ফারসী ভাষায়] একটি পোস্ট লিখেছে এবং “গ্রীন আন্দোলনকারীদের” এই ধর্মঘটে যোগ দেবার আহ্বান জানিয়েছে।Change Iran [Mudar o Irã] escreve [fa] um post e pede aos “verdes” que se juntem à greve.
9ব্লগার লিখেছে:O blogueiro escreve:
10চলুন ব্যবসায়ীদের সাথে যোগ দিই এবং এই সুযোগটি না হারাই।Vamos nos juntar aos comerciantes e não percamos a oportunidade.
11আজ যদি আপনারা তাদের সমর্থন না দেন, তাহলে আগামীকাল আমাদের সমর্থন প্রদান করবে না।Se não os apoiamos, eles não nos apoiarão amanhã.
12এমনকি অন্যদের এই ধর্মঘট সম্বন্ধে জানানো তাদের প্রতি একাত্মতা প্রকাশের এক প্রতিক।Mesmo informar aos outros sobre as greves é um sinal de solidariedade para com eles.
13স্তাব্রিজ লিখেছে [ফরাসী ভাষায়] যে তাব্রিজের বাজার ধর্মঘটের তৃতীয় দিনে প্রবেশ করেছ এবং বাজারের বাইরের অনেক দোকান এই ধর্মঘটে যোগ দিয়েছে।Stabris escreve [fa] que o bazar em Tabriz entrou em seu terceiro dia de greve e mais lojas fora do bazar também se juntaram [à greve].
14দোলাত বলেছে [ফরাসী ভাষায়]: যে ব্যবসায়ীরা অন্যদের জন্য কি ভাবে ধর্মঘট করতে হবে তার এক উদাহরণ স্থাপন করেছে।Dolat diz [fa] que os comerciantes estão dando o exemplo para outros em greve.
15ব্লগাররা খেয়াল করেছে যে একজন চাকুরিজীবীর চেয়ে একজন ব্যবসায়ীর ধর্মঘটে যাওয়া অনেক কঠিন, কারণ এই ধরনের ধর্মঘটে ব্যবসায়ীরা অনেক বেশি ঝুঁকিতে পড়ে যায় এবং তাদের সাথে অনেক কম লোকই একাত্মতা প্রকাশ করে।O blogueiro reconhece que entrar em greve quando se é um comerciante é muito mais difícil do que quando você é um empregado, porque normalmente os comerciantes são mais vulneráveis e menos solidários.