# | ben | por |
---|
1 | মিশর: ব্লগ থেকে বই | Egito: Dos blogues aos livros |
2 | ব্লগ হচ্ছে শুধু একটি মাধ্যম এবং এর বিষয়বস্তু সংবাদ, রিপোর্ট, রাজনৈতিক বিশ্লেষণ অথবা ফটোগ্রাফ যে কোন কিছুই হতে পারে। | Um blogue é apenas um veículo de comunicação, e seu conteúdo pode abranger notícias, reportagens, análise política ou fotografia. |
3 | কিছু ব্লগার তাদের ব্লগে তাদের চিন্তাধারা প্রকাশ করে, ছোট গল্প বা কবিতাও বাদ যায় না। | Alguns blogueiros também escrevem o que pensam, publicam contos e poemas em seus blogues. |
4 | এবং এখন মিশরে, বিশেষ করে কায়রো বই মেলা যখন আসন্ন, অনেক প্রকাশকই এগিয়ে এসেছেন কিছু ব্লগের লেখাকে বই আকারে বের করতে। | E agora, no Egito, especialmente com a abertura da Feira do Livro do Cairo em breve, algumas editoras estão transformando postagens em livros. |
5 | ডিডো'স লাইফ ব্লগের দিনা এল হাওয়ারী, এই বিস্ময় সম্পর্কে লেখার ইচ্ছা প্রকাশ করেছেন: | Dina El Hawary - Dido's Life - decidiu escrever sobre esse fenômeno: |
6 | তৃতীয় সহস্রবর্ষের প্রথম দশকে একটি নতুন ধরণের শৈল্পিক আন্দোলন আমরা দেখতে পাচ্ছি - এই আন্দোলন পূর্বে অজানা ছিল - এবং এটিকে এখন আমরা ব্লগিং বলে জানি। | Na primeira década do terceiro milênio, surgiu um novo tipo de movimento artístico - um movimento até então desconhecido - que é agora conhecido como blogues. |
7 | এই আন্দোলনে প্রাপ্ত লেখাগুলো বিভিন্ন আকার ধারন করেছে কারন ওয়েবে বিভিন্ন ধরনের ব্লগিং প্লাটফর্ম পাওয়া যায়। | Os escritos deste movimento tomaram formas diferentes nos vários sites de blogues disponíveis na internet. |
8 | ব্লগারদের প্রথম প্রজন্ম এই আন্দোলনে প্রভূত গতি সন্চার করেছে। ২০০৮ সাল থেকে বড় বড় প্রকাশনা সংস্থাগুলো ব্লগ থেকে বই প্রকাশে আগ্রহী হয়েছে। | O movimento evoluiu rapidamente com a ajuda da primeira geração de blogueiros, até o ano de 2008, quando grandes editoras começaram a transformar blogues em livros. |
9 | প্রথমে তারা প্রকাশ করছে রেহাম বাস্সামের “দুধের সাথে ভাত” (আরবী ভাষায়) এবং ঘাদা মুহম্মদের “দিস ইজ মাই স্টোরী”। | Eles começaram pela publicação de “Arroz Com Leite“, de Rehab Bassam [ar], e “Essa é a minha história”, de Ghada Muhammad. ***** |
10 | টীকা: | Observações: |
11 | ১। ব্লগের লেখা থেকে বই প্রকাশের (মিশরে) এটিই প্রথম ঘটনা নয়। | 1. Essa não é a primeira vez que um blogue tem seu conteúdo publicado em livro. |
12 | মিনা গুয়ের্জেসের আল নবী আল আফ্রিকী (আফ্রিকান নবী) হচ্ছে আরেকটি ব্লগ যার লেখা থেকে একটি বই বের করা হয়েছে বেশ আগে। | El Naby El Afriqy - O Profeta Africano - é um blogue de Mina Guerges que foi publicado há algum tempo. |
13 | ২। “দুধের সাথে ভাত” বা রোজ বেলাব্বান হচ্ছে একটি মিসরীয় ডেসার্ট (মিষ্টান্ন)। | 2. Arroz com Leite, Arroz doce ou Rozz Belabban são nomes de uma sobremesa egípcia. [Todos os links: ar] |