Sentence alignment for gv-ben-20141019-45184.xml (html) - gv-por-20141012-55189.xml (html)

#benpor
1“জীবিত অপহৃত” শিক্ষার্থীদের সুস্থ অবস্থায় ফিরে পেতে চায় মেক্সিকানরাMexicanos exigem regresso em segurança dos estudantes desaparecidos
2গত ৮ অক্টোবর, ২০১৪ তারিখে মেক্সিকো সিটিতে আয়টজিনাপা শিক্ষার্থীদের গুমের বিরুদ্ধে ১৫,০০০ প্রতিবাদকারীদের বিক্ষোভ সমাবেশ।15.000 pessoas marcharam contra o desaparecimento dos estudantes de Ayotzinapa, 8 de Outubro de 2014, por Enrique Perez Huerta, Cidade do México, Demotix.
3ডেমোটিক্স। মেক্সিকোর গুয়েরেরো উপকূলীয় অঙ্গরাজ্য থেকে গত ৮ অক্টোবর, বুধবারে কয়েক ডজন আয়টজিনাপা শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।Milhares de pessoas protestaram na Cidade do México contra o desaparecimento dos estudantes de Ayotzinapa, do estado costeiro de Guerrero, na quarta-feira, dia 8 de Outubro.
4এই অপহরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার লোক মেক্সিকো সিটিতে বিক্ষোভ করেছেন। অপহৃতদের পরিবারগুলো এ সপ্তাহে নিদারুণ মানসিক যন্ত্রণা ভোগ করেছেন।As famílias das vítimas, sentiram uma nova angústia esta semana quando as autoridades descobriram 28 corpos (ainda não identificados) em valas comuns secretas na zona sudeste de Guerrero.
5কারন এ সপ্তাহে গুয়েরেরোর দক্ষিণ-পূর্ব অঞ্চলে একটি গোপন গণ কবর থেকে কর্তৃপক্ষ ২৮টি মৃতদেহ (এখনও শনাক্ত না হওয়া) উদ্ধার করেছে।Infelizmente, este tipo de notícia não é novidade no México, especialmente depois dos dois massacres de San Fernando.
6অত্যন্ত দুঃখের বিষয়, এ ধরনের খবর মেক্সিকোতে একেবারে নতুন নয়।Os manifestantes exigem que os estudantes que ainda estejam vivos sejam devolvidos às suas casas.
7বিশেষকরে দুইটি সান ফারনান্দো নৃশংস হত্যার ঘটনা ঘটার পর এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে।Aqueles que não sobreviveram, devem também ser encontrados, dizem os manifestantes.
8এখনও যেসব শিক্ষার্থী জীবিত আছেন তাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।Enquanto pessoas por todo o país iam para as ruas, os internautas mexicanos discutiam a campanha no Twitter.
9আর যারা বেঁচে নেই তাদেরকে অবশ্যই খুঁজে পাওয়া যাবে।A internauta Tania colocou a seguinte imagem do local onde se iniciou o protesto:
10বিক্ষোভকারীরা এমনটাই বলেছেন।Em Angel, sente-se a fraternidade e a indignação.
11সারাদেশ জুড়ে জনগণ রাজপথ দখল করে রাখার কারণে মেক্সিকোর নেটিজেনরা এই প্রচারাভিযান নিয়ে টুইটারে আলোচনা করেছেন।[Nota: ‘Angel' - Anjo da Independência- é uma referência importante na Cidade do México e tornou-se um ponto focal tanto para celebrações como demonstrações.]
12প্রতিবাদস্থল থেকে ব্যবহারকারী তানিয়া নিচের ছবিটি তুলে পোস্ট করেছেনঃTuiteraMx (um internauta com mais de 13.600 seguidores) declarou:
13এঞ্জেলে আপনি ভ্রাতৃত্ব এবং ক্ষোভ অনুভব করতে পারবেন।A dor pelo desaparecimento dos estudantes é imensurável.
14[দ্রষ্টব্যঃ মেক্সিকো সিটিতে স্বাধীনতার এঞ্জেল অত্যন্ত স্বীকৃত একটি স্থান।O internauta Pau partilhou estas imagens que mostram os protestos em várias cidades:
15এটি যেকোন উৎসব উদযাপন এবং প্রতিবাদ জানানোর এক আশ্রয়স্থলে পরিণত হয়েছে।]Protestos na Alemanha, Noruega, Argentina e na Bolívia.
16টুইটেরাএমএক্স একজন ব্যবহারকারী, যার টুইটারে ১৩,৬০০ অনুসারী রয়েছে।Mauricio Torres descreveu a cena a partir do local do protesto:
17তিনি ঘোষণা দিয়েছেনঃ “নরমালিস্টাস”দের [শিক্ষণ শিক্ষার্থী] গুম হওয়ার যন্ত্রণা অবর্ননীয়।Os pais marcham à frente, carregando uma faixa com os rostos dos 43 jovens desaparecidos.
18বিভিন্ন শহরে পালিত প্রতিবাদ কর্মসূচী তুলে ধরতে টুইটার ব্যবহারকারী পাউ ছবিগুলো শেয়ার করেছেনঃJordy M.Y. estava particularmente impressionado com a dimensão da demonstração:
19আয়টজিনাপা শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচারের দাবিতে জার্মানি, নরওয়ে, আর্জেন্টিনা এবং বলিভিয়াতে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে।
20আমরা সবাই আয়টজিনাপা। মাউরিসিও টরেস প্রতিবাদ কর্মসূচীতে দৃশ্যটি বর্ননা করেছেনঃO protesto por Ayotzinapa é verdadeiramente grande e impressionante.
21বাবা মায়েরা সামনের সারিতে একটি ব্যানার হাতে ধরে হেঁটে যাচ্ছেন।Continuam a chegar mais grupos a Reforma [uma das avenidas principais na Cidade do México].
22ব্যানারে গুম হওয়া ৪৩ জন তরুণ শিক্ষার্থীর মুখ।Houve também quem, a partir de Buenos Aires, Argentina, mostrasse o seu apoio ao protesto:
23র‍্যালীতে জনসমাগম দেখে জর্ডি এম.solidariedade na embaixada mexicana em Buenos Aires, Argentina.
24ওয়াই. বেশ মোহিতঃO Dr. John M.
25আয়টজিনাপাদের আয়োজিত প্রতিবাদ কর্মসূচীটি বেশ বড় আকারে পালন করা হচ্ছে এবং এতে আমি মোহিত।Ackerman descreveu o movimento popular que surgiu desde que os estudantes desapareceram, como:
26আরও অনেক সংগঠন রিফর্মাতে [মেক্সিকো সিটির অন্যতম একটি প্রধান রাজপথ] এসে জড়ো হয়েছেন। বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা থেকেও লোকজন এই প্রতিবাদ কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়েছেনঃMilhares de pessoas foram para as ruas para exigir justiça pelos mortos e também por um papel acrescido da sociedade na política e na educação.
27আয়টজিনাপাঃ মেক্সিকোতে অবস্থিত বুয়েন্স আয়ার্স এবং আর্জেন্টিনা দূতাবাসের সংহতি প্রকাশ।
28শিক্ষার্থীরা অপহৃত হওয়ার পর থেকে এ পর্যন্ত যেসব বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে সেগুলোর মূল কারন বর্ননা করেছেন ডাঃ জন এম. একারম্যানঃPara mais detalhes sobre o protesto de 8 de Outubro e últimos desenvolvimentos desta notícia, siga as hashtags: #Ayotzinapa, #AyotzinapaSomosTodos, #JusticiaParaAyotzinapa e #JusticeForAyotzinapa.
29মৃতদের জন্য ন্যায়বিচারের দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছেন।
30তাঁর সাথে সাথে তারা সমাজের জন্য রাজনৈতিক এবং শিক্ষা ক্ষেত্রে কিছুটা বাড়তি ভূমিকাও পালন করছেন।
31৮ অক্টোবর তারিখে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচী সম্পর্কে আরও কিছু জানতে এবং এ ঘটনার সর্বশেষ আপডেট জানতে আপনি #আয়টজিনাপা, #আয়টজিনাপাস্পম্পসটডস, #জাস্টিসিয়াপারাআয়টজিনাপা এবং #আয়টজিনাপাদেরজন্যন্যায়বিচার শিরোনামের হ্যাশট্যাগগুলো অনুসরণ করুণ।