# | ben | por |
---|
1 | নিজেকে প্রকাশ করুন: মানবাধিকারের উপর ব্লগ কর্ম দিবস! | Dia de Ação de Blogues sobre Direitos Humanos: Expresse sua voz |
2 | মানবাধিকার দিবসে ফ্লিকারে আলোকিত হবার একটি ছবি। | Foto para o Dia dos Direitos Humanos feita por Catching. |
3 | সেই ২০০৭ সাল থেকেই ব্লগ কর্ম দিবস বিশ্বব্যাপী বিভিন্ন স্থানের ব্লগারদের একটি মূলমন্ত্রের উপর আসার আহ্বান জানিয়েছেঃ এক দিন, এক বিষয়, হাজার হাজার আওয়াজ। | Light disponível no Flickr (CC-BY) Desde 2007, o Blog Action Day (Dia de Ação de Blogues) tem convocado blogueiros do mundo inteiro a alcançar as teclas do computador: Um dia, um tema, milhares de vozes. |
4 | এই বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানবাধিকার - এবং দিনটি হচ্ছে ১৬ অক্টোবর। | O tema deste ano é Direitos Humanos - e a data é 16 de outubro. |
5 | ব্লগার, পডকাস্টার এবং অন্যদের যৌথ প্রচেষ্টায় সেখানে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুকে তুলে ধরা হবে - এবং একজনকে ব্যবহারের চেয়ে মানবাধিকারকে তুলে ধরার ক্ষেত্রে আর কি ভাল উপায় হতে পারে: “প্রত্যেকেরই মতামত পোষণ এবং মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।”( মানবাধিকার ঘোষণা, প্রবন্ধ ২০) | Em um esforço conjunto, blogueiros, “podcasters” (quem faz podcasts) e outros irão destacar esse importante assunto mundial - e de que melhor maneira chamar atenção para os direitos humanos do que usando um deles: “Toda pessoa tem direito à opinião e liberdade de expressão” (Declaração dos Direitos Humanos, Artigo 19). |
6 | গ্লোবাল ভয়েসেসে আমরা প্রায়ই মানবাধিকার, বিশেষ করে সেন্সরশিপ, নজরদারি এবং অনলাইনে বাক স্বাধীনতার সম্পর্ক নিয়ে আলোচনা করি। | No Global Voices, muitas vezes, discutimos direitos humanos, especialmente em relação à censura, vigilância e liberdade de expressão online. |
7 | আমরা একটা বিষয় সম্পর্কে চিন্তা এবং কথা বলার জন্য একটি দিনকে উত্সর্গ করার অপেক্ষায় থাকলাম যেটি এখনও প্রাসঙ্গিকতা হারায়নি বলে মনে হয়। | Mal podemos esperar por um dia para se dedicar a pensar e falar sobre um tema que parece nunca perder a importância. |
8 | ২০১৩ সালে ১১৪ টি দেশ থেকে ১,৩৭৭ টি ব্লগ এ পর্যন্ত ব্লগ অ্যাকশন ডে'তে অংশ নিতে নিবন্ধিত হয়েছে। | Até agora, 1.377 blogs de 114 países se inscreveram para participar do Dia de Ação de Blogues 2013. |
9 | আজই আপনার ব্লগ নিবন্ধন করুন এবং বিশ্বব্যাপী কথোপকথনে যোগ দিন! | Registre seu blog hoje, e junte-se à conversa global! |
10 | এই বছরের জন্য ট্যাগগুলো হচ্ছে #বাড১৩, #মানবাধিকার, # ১৬অক্টোবর। | As tags para este ano são # BAD13 , # humanrights , # Oct16 . |
11 | স্বাভাবিকভাবেই, আমরা সারা বিশ্বের গ্লোবাল ভয়েসেসের লেখকদের অবদানসমূহের তালিকা প্রস্তুত করা যাবো - সঙ্গে থাকুন! | Como sempre, iremos fazer uma lista com as contribuições dos autores do Global Voices do mundo inteiro - fique atento! |