# | ben | por |
---|
1 | র্যাচেল কোরি জাহাজের মিশনের মাধ্যমে ‘অমর’ হয়েছেন | Global: Rachel Corrie “Imortalizada” Com a Missão do Navio |
2 | র্যাচেল কোরি এক তরুণ আমেরিকান শান্তিকর্মী ছিলেন যিনি ২০০৩ সালে আন্তর্জাতিক সংহতি মুভমেন্টের সাথে কাজ করার সময়ে গাজাতে নিহত হন। | Rachel Corrie era uma jovem ativista da paz americana que foi assassinada em 2003 em Gaza, enquanto trabalhava com o Movimento de Solidariedade Internacional. |
3 | কোরি যখন একটা ফিলিস্তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ওটাকে ইজরায়েলি বাহিনীর ভেঙ্গে ফেলা থেকে রক্ষার জন্য, তার উপর দিয়ে ইজরায়েলি সামরিক বাহিনীর বুলডোজার চালিয়ে দিলে তিনি নিহত হন। | Quando Corrie estava na frente de uma casa palestina para protegê-la de ser demolida pelas forças israelenses, foi atropelada por uma escavadeira das Forças de Defesa de Israel (IDF) e morreu instantaneamente. |
4 | কোরি অনেকের কাছে শান্তির চিহ্নে পরিনত হয়েছেন, যার উপরে ৩০টার বেশী গান, একটা কান্তাতা, একটি নাটক হয়েছে আর এখন একটা জাহাজের নামকরণ হয়েছে। | Corrie tornou-se, para muitos, um símbolo de paz, com mais de 30 canções, uma cantata, um jogo, e agora um navio, com o seu nome. |
5 | এই জাহাজটির নাম এমভি র্যাচেল কোরি যেটি আয়ারল্যান্ড থেকে ১১ জন যাত্রী আর ৫ দেশের ৯ জন ক্রু নিয়ে যাত্রা করেছিল। ক্রুদের বেশীরভাগ আয়ারল্যান্ড আর মালয়েশিয়ার। | O navio, chamado MV Rachel Corrie, partiu da Irlanda levando 11 passageiros e 9 membros da tripulação de 5 países, principalmente Irlanda e Malásia. |
6 | যাত্রীদের মধ্যে ছিলেন নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী মাইরিড মাগুয়ার, মালয়েশিয়ার সংসদের প্যারিট সদস্য মোহাম্মদ নিজার জাকারিয়া আর জাতিসংঘের ভূতপূর্ব সহকারী সেক্রেটারি জেনারেল ডেনিস হালিডে। | Incluído entre os passageiros estava a Nobel da Paz Mairead Maguire, a membro do Parlamento malaio pela cidade de Parit, Mohd Nizar Zakaria, e o ex-assistente do Secretário-Geral da ONU, Denis Halliday. |
7 | যখন এমভি র্যাচেল কোরি গাজার কাছে এসে পৌঁছায় এটা পরিষ্কার হয়ে যায় যে ইজরায়েল আবার বাধা দেবে সাহায্য দেয়াতে আর এর ফলে গাজায় অবরোধ ভাঙ্গাতে। | À medida em que o MV Rachel Corrie se aproximava de Gaza, no entanto, ficou claro que Israel estava mais uma vez à caminho de impedir o navio de entregar ajuda e, assim, quebrar o cerco. |
8 | প্রায় ১০:০০ ইউটিসি+৩ এর সময় আমেরিকাবাসী রেমরুম জানায় যে ইজরায়েল চেয়েছে জাহাজ যাতে তার পথ পাল্টায়: | Aproximadamente às 10:00 UTC +3, desde os EUA, Remroum informou que Israel havia pedido para o navio mudar seu curso: |
9 | ইজরায়েল র্যাচেল কোরিকে বলছে গতিপথ পাল্টাতে। | Israel pediu ao Rachel Corrie para “mudar de curso”. |
10 | তোমরা কেন গতিপথ পাল্টাও না? | Porque você não muda de direção? |
11 | বর্ণবাদ, বর্ণবিদ্বেষ, দখল ইত্যাদি শেষ করে শরণার্থিদের ফিরতে দাও। | Acabem com o Apartheid, ocupação, racismo e permitam aos refugiados retornar |
12 | এর পরেই রিপোর্ট আস্তে থাকে যে র্যাচেল কোরিকে আইডিএফ (ইজরায়েলি বাহিনী) থামিয়েছে আর জোর করে ইজরায়েলি বন্দর আশদোদে নোঙ্গর ফেলিয়েছে। | Pouco tempo depois, começaram a surgir relatos que o MV Rachel Corrie tinha sido interceptado pela IDF (Forças de Defesa de Israel) e obrigado a atracar no porto israelense de Ashdod. |
13 | টুইটারে, মালয়েশিয়ার কর্মী জুয়ানা জাফর জানিয়েছেন: | No Twitter, a ativista malaia JuanaJaafar observou: |
14 | অনুগ্রহপূর্বক জানবেন যে ইজরায়েলি বন্দর আশদোদে নোঙ্গর ফেলার কোন ইচ্ছাই ছিল না র্যাচেল কোরি জাহাজের। | Por favor se informem de que o MV Rachel Corrie nunca teve a intenção de atracar em Ashdod. |
15 | তাকে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। #র্যাচেল কোরি | Ela foi levada lá contra sua vontade #RachelCorrie |
16 | গাজা আন্ডার সিজ (অবরোধের ভেতর গাজা) একটি ভিডিও সম্পর্কে টুইট করেছে: এমভি র্যাচেল কোরি আইডিএফ দ্বারা থামানোর কিছু পরেই ইরানী সমর্থক প্রেস টিভি তা দেখায়। | Gaza Under Siege [Gaza sob Ocupação] tuitou um vídeo da iraniana Press TV, que foi ao ar logo após o MV Rachel Corrie ter sido parado pela IDF. |
17 | এই ভিডিও, যাতে সাংবাদিকদের মন্তব্য আছে, জাহাজ থামানোর দৃশ্য আছে: | O vídeo, que inclui comentários de jornalistas no local, mostra o navio sendo interceptado: |
18 | তুরস্ক থেকে ইফে মোরাল ফ্লোটিলার অনেক ঘটনাই সরাসরি টুইট করেছেন আর জানিয়েছেন যে জাহাজ থামানোর পরে, সাহায্য গাজায় নিয়ে যাওয়া হবে: | Efe Moral, que vive na Turquia, tuitou ao vivo muito dos eventos da Flotilha e observou que depois que o navio ter sido interceptado, o auxílio seria levado a Gaza: |
19 | আল জাজিরা আরও রিপোর্ট করছে যে #আইডিএফ এর পর তল্লাশী করবে এবং র্যাচেল কোরির মালামাল পরিশেষে #গাজায় নিয়ে যাবে #গাজায় #ফ্লোটিলার যাত্রীদের তত্ত্বাবধানে। | A Al Jazeera também relatou que a #IDF irá inspecionar e levará a carga do #RachelCorrie para #Gaza sob a vigilância dos passageiros da #flotilla. #flotilla |
20 | রিপোর্ট এমনও শোনা গেছে যে ইজরায়েলি বাহিনী এই জাহাজকে তার নিবন্ধন করা নামে ডাকতে মানা করেছেন -এমভি র্যাচেল কোরিকে এখন তার আগের নাম ‘লিন্ডা' বলে ডাকছে। | Surgiram também relatos em que as forças israelenses recusaram-se a chamar o navio pelo seu nome registrado, MV Rachel Corrie, e ao invés disso se referiram a ele como “Linda”, seu nome anterior. |
21 | র্যাচেল কোরি ফাউন্ডেশন এটা টুইট করেছেন: | A Fundação Rachel Corrie tuitou isto: |
22 | রিপোর্ট এসেছে যে ইজরায়েলি নৌবাহিনী এই ত্রাণবাহী জাহাজকে ‘র্যাচেল কোরি' নামে ডাকতে অস্বীকৃতি জানিয়েছেন। | Relatos de que a marinha israelense se recusou a chamar o navio pelo seu nome, “Rachel Corrie”. |
23 | একে আসল নাম ‘লিন্ডা' বলে ডেকেছে। | Chamaram [o navio] de “Linda” (seu nome original), ao invés. |
24 | #ফ্লোটিলা | #flotilla |
25 | আইডিএফের তুলো দেয়া একটা ভিডিও একে নিশ্চিত করেছে (০০:৩১ মিনিটে দেখুন): | Um vídeo colocado no ar pela IDF confirma (00:31): |
26 | এমভি র্যাচেল কোরিকে থামানো নিয়ে অনেক ক্ষোভ তৈরি হয়েছে, কিন্তু একই সাথে স্বস্তির আভাস পাওয়া গেছে যে যাত্রীরা নিরাপদ আছেন। | Há uma raiva considerável quanto ao fato de que o MV Rachel Corrie foi interceptado, mas também uma sensação de alívio [visto que] os passageiros estão a salvo. |
27 | শেষে সাংবাদিক হোসাম এল হামালাউ টুইটারে জানিয়েছেন, র্যাচেল কোরি নিজে অমর হয়ে গেছেন এমভি র্যাচেল কোরির মিশনের কারনে: | Por fim, como salienta o jornalista Hossam el-Hamalawy no Twitter, Rachel Corrie foi imortalizada com a missão do MV Rachel Corrie: |
28 | #র্যাচেল কোরি নামটি অমর হয়ে গেল। | O nome #RachelCorrie foi imortalizado. |
29 | যখনই এটি কোন সংবাদে উল্লেখিত হয় একটি করে ইজরায়েলের পয়েন্ট কাটা যায়। | Cada vez que é mencionado nos noticiários, Israel perde um ponto. E Israel vem perdendo muitos |