Sentence alignment for gv-ben-20111001-20426.xml (html) - gv-por-20110926-23860.xml (html)

#benpor
1ভিডিও: পানির বোতলের বাতি এবং পরিবেশ বান্ধব অন্য সব আবিস্কারVídeo: Lâmpadas de Garrafas Plásticas e Outras Invenções Ecologicamente Corretas
2প্লাস্টিকের বোতল থেকে সৌর বিদ্যুতের বাতি এবং ওয়াটার হিটার, ফেলে দেওয়া আবর্জনা থেকে বাড়ি নির্মাণের উপাদান এবং প্লাস্টিক ব্যাগ ছাড়া কাজ চালিয়ে নেওয়া, এমন কয়েকটি প্রকল্পের অংশ, যার মাধ্যমে প্লাস্টিকের উপাদানের ব্যবহার কমিয়ে আনা, এবং এগুলোর পুনরায় ব্যবহার করা হচ্ছে। এটি কেবল নিছক মজা বা গ্রহণযোগ্য দামে জিনিষ পাওয়ার বিষয় নয়, একই সাথে সারা বিশ্বের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ।Lâmpadas solares e aquecedores de água feitos a partir de garrafas plásticas, casas feitas de lixo e uma forma de não utilizar sacolas de plástico são alguns dos projetos que fazem com que reduzir, reutilizar e reciclar sejam atitudes não somente divertidas e acessíveis, mas também essenciais para a melhoria da qualidade de vida das pessoas em todo o mundo.
3খালি এক প্লাস্টিকের পানির বোতলGarrafa plástica vazia
4পানির বোতল সিসিবাই হাউ ক্যান আই রিসাইকেল দিজWater Bottle CCBy How can I recycle this
5আসুন প্রথমে আমরা শুরু করি আলফ্রেড মোসেরকে দিয়ে, পানি বোতলে সৌর বাতি তৈরির মত আবিষ্কারের পেছনে যার ক্ষুরধার মস্তিষ্ক কাজ করেছে।Comecemos com Alfredo Moser, o idealizador da lâmpada solar de garrafa plástica.
6পেশায় কারিগর এই ব্যক্তিটি ২০০২ সালে ব্রাজিলের এক অন্ধকার মূহূর্তে (তখন বিদ্যুৎ ছিল না) তিনি তার কারখানা আলোকিত করার এক উপায় আবিষ্কার করেন এবং এর মাধ্যমে তিনি তার কাজ চালিয়ে যেতে সক্ষম হন।Trabalhando como mecânico durante os apagões ocorridos no Brasil em 2002, ele descobriu uma maneira de iluminar sua oficina e poder continuar trabalhando: neste vídeo de 2008, ele explica tudo sobre a lâmpada e o impacto da mesma em sua comunidade.
7২০০৮ সালের এই ভিডিওতে তিনি তার এই বাতি এবং তার নিজ সম্প্রদায়ে এর প্রভাবের বিষয়টি ব্যাখ্যা করেছেন:
8http://youtu.be/_zMAWztZ6TIhttp://youtu.be/_zMAWztZ6TI
9ফিলিপাইনের আবর্জনার বাতি নামক প্রকল্প, ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজির (MIT) এক ধারণা থেকে গ্রহণ করা হয়েছে এবং এখন এটি একটি শিল্পে পরিণত হয়েছে। এতে কেবল এই নতুন আলোতে বসবাসকারীরাই লাভবান হবে না, এর সাথে যে সমস্ত ব্যক্তিরা এই বাতি তৈরি করে এবং ঘরে ঘরে লাগায়, তাদের পরিবারও এতে লাভবান হবে।O projeto Litro de Luz [en], nas Filipinas, adotou essa ideia através do Massachusetts Institute of Technology (MIT) e tornou-se uma indústria [en] que irá beneficiar não só as pessoas que moram nas casas recentemente iluminadas, mas também as famílias das pessoas que produzem e instalam as lâmpadas.
10এই বাতি বানানো এত সহজ যে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। নীচের এই ভিডিও প্রদর্শন করেছে যে মেক্সিকো, হাইতি এবং চিলির এক দুর্গম এলাকার আদিবাসী সম্প্রদায় এই বাতি ব্যবহার করছে।As lâmpadas são tão fáceis de produzir que têm se espalhado por todo o mundo: os vídeos a seguir mostram seu uso no México, no Haiti e numa remota comunidade indígena do Chile.
11এছাড়াও ব্রাজিলে পানি গরম করার জন্য প্লাস্টিকের বোতল ব্যবহার করা হচ্ছে: এই পরবর্তী ভিডিওটি, ইউটিউব চ্যানেলের ইকো-আইডিয়ার বিভাগে প্রদর্শিত হয়েছে, যেখানে একটি অব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে সৌর শক্তি চালিত এক গরম পানির হিটার দেখানো হয়েছে:E as garrafas plásticas também estão sendo utilizadas para produzir água quente no Brasil: o próximo vídeo, postado no canal do Eco-Ideas no YouTube, mostra um aquecedor solar de água feito de garrafas plásticas descartadas:
12এছাড়াও থাইল্যান্ড থেকে ইকো-আইডিয়ার [পরিবেশ বান্ধব] এই ভিডিওটিপাওয়া গেছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবর্জনা থেকে একটা বাড়ি তৈরির উপকরণ তৈরি করছে:Também do Eco-Ideas, vem este vídeo da Tailândia, onde estudantes universitários utilizam lixo para produzir materiais de construção para uma casa:
13আপনি যদি রিসাইক্লিং- বা বাতিল উপাদান পুনরায় ব্যবহারের মাধ্যমে আপনার নিজের জীবনের মান উন্নয়নে আগ্রহী হয়ে থাকেন, তাহলে ফিনল্যান্ডের মহিলাদের মত রি পারপোজড অ্যালুমিনিয়ামের কফি ব্যাগ [ পুনরায় ব্যবহার উপযোগী] দিয়ে শপিং ব্যাগ তৈরি করার চেষ্টা করছেন না কেন?Se você estiver interessado em melhorar sua própria vida com a reciclagem, por que não tentar fazer esta sacola de compras com embalagens de café reaproveitadas, como faz esta mulher finlandesa? Ou aprenda como fazer bolsas diferentes utilizando um pedaço de tecido quadrado e nós, conhecido no Japão como furoshiki:
14অথবা ফেব্রিকের স্কোয়ার (কাপড়ের টুকরা) এবং নট (গিঁট) ব্যবহার করে কি ভাবে বিভিন্ন ধরনের ব্যাগ বানানো যায়, সেই প্রক্রিয়া শিখতে পারেন, জাপানে যা ফুরোশিকি নামে পরিচিত: