# | ben | por |
---|
1 | ইরান: দুইজন প্রথমসারীর এইচআইভি/এইডস ডাক্তার এখনো জেলে | Irã: Dois importantes médicos ativistas contra a AIDS continuam na prisão |
2 | গ্লোবাল ভয়েসেস গত আগস্টে জানিয়েছিল যে ডঃ আরাশ আর কামিয়ার আলাই, দুজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি এইচআইভি/এইডস বিশেষজ্ঞ জুন মাস থেকে তেহরানের জেলে আছেন। | O Global Voices reportou [En] em agosto que os doutores Arash e Kamyar Alaei, dois especialistas em HIV/Aids internacionalmente renomados, foram presos em Teerã no mês de junho. |
3 | দুর্ভাগ্যবশত: তারা এখনো জেলে আছেন আর কোন আইনী সহায়তা পাননি। | Infelizmente eles continuam na prisão até hoje, e não tiveram nenhuma representação legal. |
4 | আলাই ভাইদেরকে ইরানী সরকারকে উৎখাতের অপরাধে অভিযুক্ত করা হয়েছে। | Os irmãos Alaei são acusados de planejar a derrubada do governo iraniano. |
5 | মানবাধিকারের জন্য চিকিৎসক (পিএইচআর) এই ভ্রাতৃদয়ের মুক্তির জন্য নিউইয়র্কে একটি বিক্ষোভের আয়োজন করে গত সপ্তাহে যখন ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদ জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনে যোগদানের জন্যে সেখানে ছিলেন। | A organização Médicos pelos Direitos Humanos (Physicians for Human Rights, PHR) organizou um protesto em apoio à libertação dos irmãos enquanto Mahmoud Ahmadinejad participava de uma Reunião Geral das Nações Unidas [En], na semana passada em Nova Iorque. |
6 | পিএইচআর এর এডভোকেসী আর আন্তর্জাতিক নীতি বিষয়ক উপপরিচালক সুজান্নাহ সিরকিন এই সমাবেশে বলেছেন: | Susannah Sirkin, vice-diretora de políticas internacionais e advocacia da PHR, disse [En] durante o encontro: |
7 | আজকে আমাদের সহকর্মী ড: কামিয়ার আর আরাশ আলাই তেহরানের জেলে আছে। | “Hoje, nossos colegas Drs. Kamiar e Arash Alaei estão sentados em uma cela de prisão em Teerã. |
8 | এই তরুন ডাক্তাররা ইঞ্জেকশনের মাধ্যমে মাদকগ্রহনকারী আর যৌন কর্মীদের জন্য স্বাস্থ্য সেবা দিতে সাহায্য করেছে। | |
9 | তারা তাদের রাজ্য কেরমানশাহে এই ভঙ্গুর আর কলঙ্কিত রোগীদের দলের জন্য চিকিৎসা এবং এইচআইভি/এইডস এর প্রকোপ থামানোর জন্য একটি আলোকিত স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, সমর্থন আর প্রসারে ব্রতী হয়েছে। | Estes jovens médicos ajudaram a organizar clínicas para usuários de drogas injetáveis e trabalhadoras do sexo, e desenvolveram, apoiaram e promoveram uma iluminada proposta de saúde pública para a prevenção e tratamento do HIV/AIDS dentro dos grupos mais vulneráveis e estigmatizados de sua província, Kermanshah. |
10 | তারা ইরানী স্বাস্থ্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে, সরকারের এইচআইভি/এইডস প্রোগ্রামের জন্য অর্থ জোগাড়ে সাহায্য করেছে, ইরান আার পার্শবতী দেশে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে। অত্র অঞ্চলে ইঞ্জেকশনের মাধ্যমে মাদকগ্রহনকারী সংখ্যা পৃথিবীতে সব থেকে বেশী। | Eles prestaram assessoria para o Ministério da Saúde iraniano, ajudaram a levantar fundos para os programas governamentais de combate ao HIV/AIDS, treinaram profissionais de saúde no Irã e países vizinhos - áreas com as mais altas taxas de viciados em drogas injetáveis em todo o mundo.” |
11 | ইরানী ব্লগার আহভাজ বলেছে, “এই দুই ভাই ইরান এবং অত্র অঞ্চলে এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সবার আগে ছিল।” | O blogueiro iraniano Ahvaz diz [Fa]: “Estes dois irmãos estiveram na vanguarda da conscientização a respeito da AIDS no Irã e na região. |
12 | এই ব্লগার আরো বলেছে, “দয়া করে ডঃ কামিয়ার আলাই এর এই ভিডিওটা দেখেন ধারনা পাবার জন্য যে তারা ইরানের জন্য কি করেছে।” | ”, e o blogueiro completa, “Por favor assistam este vídeo do Dr. Kamyar Alaei para ter uma idéia sobre o que eles fizeram pelo Irã”. |
13 | এই ভিডিওতে কামিয়ার ব্যাখ্যা করেছেন কি তাকে এইডসের বিরুদ্ধে লড়তে অনুপ্রানিত করেছে। | Neste vídeo, Kamyar explica o que o motivou a lutar contra a AIDS. |
14 | অ্যান ইরানিয়ান ইন এক্সাইল লিখেছে যে এই দুই ভাই ইরান সরকারের জন্য কোন ধরনের হুমকি না আর তারা ধর্মীয় আর রাজনৈতিক সরকার দুই জনের সাথেই কাজ করেছে। | An Iranian in Exile escreveu [Fa] que os dois irmãos não representam perigo algum ao governo iraniano, e que eles colaboraram tanto com o governo religioso quanto com o governo político. |
15 | ট্রাউট, আলাই ভাইদের একজন আমেরিকান বন্ধু, ফেসবুকে ভাইদের জন্য একটা সমর্থক দল তৈরি করেছে যেখানে প্রায় ৬০০ লোক সদস্য হয়েছে। | Trout, um amigo americano dos Alaies, criou [En] um grupo de apoio aos irmãos no Facebook [En], e mais de 600 pessoas já se tornaram membros do grupo. |