Sentence alignment for gv-ben-20091220-7993.xml (html) - gv-por-20091208-5212.xml (html)

#benpor
1বেস্ট অফ দ্যা ব্লগস (ব্লগের মধ্যে সেরা) পুরস্কারের জন্যে মনোনয়নCandidaturas abertas para o prêmio ‘Best of the Blogs’
2বেশীর যে কোন স্থানে সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের জন্যে ব্লগিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং একই সাথে তথ্যেরও উৎস হয়ে দাঁড়িয়েছে।Blogar se tornou um grande motivador de mudanças políticas e sociais em muitas partes do mundo, bem como uma fonte de informação.
3এখানে গ্লোবাল ভয়েসেসে, আমরা বিশ্বের বিভিন্ন দেশের ও বিভিন্ন ভাষার ব্লগের মতামতকে তুলে ধরি বিশেষ করে প্রয়োজনীয় অনুবাদের মাধ্যমে।Aqui no Global Voices, nós organizamos e divulgamos algumas destas vozes de blogueiros e as traduzimos em muitas línguas diferentes.
4এই ব্লগার সমাজের অন্যতম লক্ষ্য হচ্ছে বিভিন্ন পরিপ্রেক্ষিতে মানুষের আকাঙ্খার প্রাচুর্যকে তুলে ধরা।Um dos objetivos centrais da comunidade é promover uma cornucópia de perspectivas e aspirações.
5এই কারণেই আমরা বেস্ট অফ দ্যা ব্লগস (ববস) পুরস্কারকে সমর্থন করি।Por essa razão, apoiamos iniciativas como o prêmio Best of the Blogs [O Melhor dos Blogs, en].
6গত সাতই ডিসেম্বর, জার্মানীর ডয়েশে ভেলে ৬ষ্ঠ আন্তর্জাতিক বেস্ট অফ দ্যা ব্লগস (ব্লগের মধ্যে সেরা) পুরস্কার প্রতিযোগীতার উদ্বোধন করে।No dia 7 de dezembro, a Deutsche Welle, na Alemanha, deu início ao sexto prêmio anual internacional Best of Blogs: O BOBs.
7এবারে সাতটি ভাষার ব্লগকে মনোনীত করা যাবে।Os blogs indicados serão classificados em onze categorias de línguas diferentes.
8রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, রি:পাবলিকা ২০১০ (জার্মান), টিভি৫ (ফরাসী), আল আরাবীয়া (আরবী), এবং অন্যান্য অনেক সংগঠনের সাথে গ্লোবাল ভয়েসেস অনলাইন অফিশিয়াল পার্টনার হয়েছে এ বছর।O Global Voices Online é um parceiro oficial ao lado de Repórteres Sem Fronteiras, re:publica: 2010 [de], TV5 [fr], Al Arabiya [ar], e muitos outros.
9যে কেউ এখানে ব্লগের মনোনয়ন জমা দিতে পারবেন এবং তার জন্যে দরকার প্রথমে ববস ব্লগোপিডিয়াতে তা খোঁজা। যদি সেই ব্লগ ডাটাবেজে না থাকে তবে তা এখানে জমা দিতে হবে।Qualquer pessoa interessada em nomear um blog deve procurar primeiro por ele na blogopedia do BOBs e submeter o blog de sua escolha no banco de dados da copetição, caso o mesmo já não esteja listado.
10জুরীরা ব্লগগুলোর চুড়ান্ত মনোনয়ন দেবেন।O júri selecionará os finalistas.
11এই চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের মধ্য থেকে সেরাদের নির্বাচন করা হবে ১৫ই মার্চ ২০১০ থেকে ১৪ই এপ্রিল ২০১০ পর্যন্ত পাঠকদের ভোটের মাধ্যমে এবং জুরীদের ভোটের সমন্বয়ে।Os vencedores serão selecionados a partir deste grupo de finalistas, entre 15 de março e 14 de abril através de uma combinação de votação on-line e da seleção do júri.
12আগামী ১৫ই এপ্রিল ২০১০ সেরা ব্লগগুলোকে বার্লিনের রি:পাবলিকা ইন্টারনেট কনফারেন্সে ঘোষণা করা হবে।Em 15 de abril, os blogs e podcasts vencedores serão anunciados na Conferência da Internet Re:publica em Berlim [de].
13২০১০ সালের জুন মাসে বন শহরে অনুষ্ঠিতব্য ডয়েশে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরামে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।A cerimônia acontecerá no Fórum Global de Mídia Deutsche Welle, em junho de 2010 em Bonn.
14ব্লগারদের জন্যে ববস আরও বেশী পরিমাণ পাঠক আকর্ষণ করার একটি মাধ্যম, এবং সবচেয়ে সেরা প্রমাণ করার একটি সুযোগ।Para os blogueiros, o BOBs é a oportunidade para conquistar um público mais amplo e ser nomeado um dos melhores blogueiros da Web.
15এ পর্যন্ত ব্লগপিডিয়া ডাটাবেজে ১৫,৫৫৮টি নিবন্ধিত ব্লগ রয়েছে:Até agora, existem 15.558 blogs registrados na blogopedia:
16আমাদের ব্লগোপিডিয়া, ব্লগ, ভিডিওব্লগ এবং পডকাস্টের একটি আন্তর্জাতিক অনলাইন ক্যাটালগ।A Blogopedia é o nosso catálogo online internacional de weblogs, podcasts e videoblogs.
17খুঁজে পেতে সুবিধার জন্যে প্রতিটি ব্লগ ডাটাবেজে অন্তর্ভূক্ত করা হয়েছে দেশ, ভাষা ইত্যাদি বিভিন্ন ভাগ করে।Cada blog é inserido no banco de dados de acordo com uma variedade de critérios desde ‘tópico', ‘país de origem' e ‘linguagem'.
18আপনার ব্রাজিলের সঙ্গীত পডকাস্ট দরকার? বা চীনের রসনা সংক্রান্ত ব্লগ?Procurando podcasts de música do Brasil ou blogs de comida da China?
19কোন অসুবিধা নেই।Não tem problema!
20আমাদের সার্চ ফিচারে শুধু কিওয়ার্ডটুকু দেবেন অথবা ট্যাগক্লাউড থেকে আকাঙ্খিত ক্যাটেগরীটি খুঁজে বের করুন।Basta digitar as palavras-chave na caixa de busca ou navegar pelas categorias e pela nuvem de tags.
21এরপর নিবন্ধিত হাজারো ব্লগ, পডকাস্ট এবং ভিডিও ব্লগ থেকে আপনার কাঙ্খিত ব্লগটি খুঁজে বের করুন।Em seguida, junte-se aos milhares de outros blogueiros que apresentaram seus blogs, podcasts e videoblogs na Blogopedia.
22এ বছরের প্রতিযোগীতায় পরিবেশ পরিবর্তনকে গুরুত্ব দেয়া হচ্ছে এবং এ জন্যে বিশেষ একটি ক্যাটেগরী থাকছে যার মাধ্যমে এই বিষয় নিয়ে যে সমস্ত ব্লগ ও পডকাস্ট কথা বলছে তাদের সম্মানিত করা যায়।Na competição deste ano, as mudanças climáticas estão sob os holofotes, com uma categoria-prêmio especial para blogs e podcasts que discutem a temática.
23এ ছাড়াও এবার ববস প্রতিযোগীতায় বাংলা ভাষার ব্লগকে যুক্ত করা হয়েছে।Além disso, o BOBs também adicionou o Bengali no quadro de idiomas da competição.
24আমরা ২০১০ সালের ববস পুরস্কারের বিজয়ী কারা হবেন তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।Estamos ansiosos para ver os grandes vencedores do prêmio BOBs 2010.
25দেরী না করে আপনার পছন্দসই ব্লগটিকে মনোনীত করে আসুন।Nomeie seus favoritos!