# | ben | por |
---|
1 | বিশ্বকাপে চমৎকারভাবে স্পেনকে হারালো চিলি | Chile manda Espanha para casa com uma derrota deslumbrante |
2 | সান্তিয়াগোতে হাজার হাজার মানুষ দেখছে চিলি বনাম স্পেনের গ্রুপ বি এর ফিফা বিশ্বকাপের ম্যাচ। | Milhares de pessoas em Santiago assistem ao jogo no qual o Chile derrotou a Espanha por 2-0 no Grupo B da Copa do Mundo. |
3 | খেলায় চিলি ২-০ গোলে জয়ী হয়। | Foto de Fernando Lavoz. |
4 | ছবিঃ ফারনেন্দো লাভোজ। | Copyright Demotix. |
5 | চিলির জাতীয় ফুটবল দল প্রতিপক্ষ স্পেনকে ২-০ গোলে পরাজিত করে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ২০১৪ থেকে বিদায় করে দিয়েছে। | Esta matéria contém links que levam à páginas em espanhol e português, caso você queira se aprofundar no assunto. |
6 | ব্রাজিলের রিওডি জেনিরোয় অবস্থিত এসতাদিও দো মারাকানা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় এদোয়ার্দো ভারগাস ২০ মিনিটে প্রথমটি এবং চার্লস আরানগুইজ ৪৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন। | A seleção chilena nocauteou a defesa da Espanha numa vitória de 2-0 durante a Copa do Mundo no Brasil no Estádio do Maracanã no Rio de Janeiro, com gols de Eduardo Vargas no vigésimo minuto e Charles Aránguiz no quadragésimo terceiro. |
7 | ১৮ জুন ২০১৪ তারিখে সারা বিশ্বজুড়ে বসবাসরত চিলির নাগরিকেরা তাদের এই জয় রাজপথে উদযাপন করেছেন। | Quase que imediatamente, em 18 de junho de 2014, chilenos ao redor do mundo (em espanhol) sairam às ruas para celebrar. |
8 | অত্যন্ত আন্তরিকতার সাথে অনলাইন ধারাভাষ্য দেয়া শুরু করা হয়। | Os comentários na internet começaram a pipocar rapidamente também. |
9 | এল ব্লগ ডি মি ফুটবল একুয়াটোরিয়ানো (আমার ইকুয়েডোরিয়ান ফুটবল ব্লগ) ওয়েবসাইটটি কিছু ইতিহাস স্মরণ করেছেঃ | |
10 | লা রোজা হচ্ছে চিলিয়ান এবং স্প্যানিশ উভয় জাতীয় দলেরই একটি জনপ্রিয় নাম। এর অর্থ হচ্ছে লাল। | El blog de mi fútbol ecuatoriano (O blog do meu futebol equatoriano) relembra alguns fatos: |
11 | লা রোজা তাঁর উদ্বোধনী খেলায় নেদারল্যান্ডের কাছে ৫-১ গোলে হেরেছিল। চিলির কাছে হেরে যাওয়ার পর ১৮ জুন বুধবারে তাদের ভেঙে যাওয়া মনোবলকে তারা আবার শক্তিশালী করে নিয়েছে। | La Roja [A Vermelha, um nome popular dado à ambas as seleções chilena e espanhola], humilhada pela Holanda na primeira partida (5-1), confirmou sua derrocada nesta quarta-feira, 18 de junho, após ter sido derrotada pelo Chile, não tendo mais possibilidade de se classificar, mesmo após jogar contra a Austrália. |
12 | যদিও অস্ট্রেলিয়ার সাথে তৃতীয় ম্যাচ খেলার আগেই তাদের দ্বিতীয় ধাপে যাওয়ার সব আশা শেষ হয়ে যায়। দলটির কোচ ভিসেন্টে ডেল বোসকো। | A equipe de Vicente del Bosque se torna o 4º campeão da história a se despedir da Copa sem haver marcado um só gol após duas partidas. |
13 | ফুটবল বিশ্বকাপ ইতিহাসে স্পেন চতুর্থ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সেই তালিকায় জায়গা করে নিল, যারা প্রথম ধাপে দুইটি ম্যাচে কোন পয়েন্ট অর্জন না করতে পেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল। | |
14 | ফ্লোরিডা ডায়ারিও ওয়েবসাইটটি সংক্ষেপে বর্ননা করেছেঃ | O site Florida Diario resumiu (em espanhol): |
15 | সাম্প্রতিক ব্রাজিল বিশ্বকাপে সম্ভাবনাময় রক্ষণাত্মক স্পেন দলটি দুইটি ম্যাচেই হেরেছে। | |
16 | অসামান্য চিলি জাতীয় দলের কাছে হেরে তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ল। টুইটার ব্যবহারকারীরাও গর্বভরে তাদের জয় উপস্থাপন করছেন। | Espanha, o ultimo campeão do mundo que prometia, fracassou nas suas primeiras duas partidas e terminou eliminada por uma notável seleção chilena. |
17 | কেউ কেউ “তাদের” লাল শার্ট পরা দলের বিজয় উদযাপন করছেনঃ | Usuários do Twitter também entraram na discussão, alguns celebrando a vitória das “suas” camisas vermelhas: |
18 | হা হা হা!!! | Hahaha!!! |
19 | মাঠে আমরা সঠিকভাবেই তাদের সাথে খেলেছি!!! | Passeamos durante o jogo!!! |
20 | চিলির জনগণকে জয় উদযাপন করতে দেখে খুব ভাল লাগছে! | É ótimo ver chilenos celebrando. |
21 | আর্জেন্টিনা থেকে তাদেরকে এভাবে আনন্দ করতে দেখে আমরা অভিভূত! | Daqui da Argentina, é simplesmente maravilhoso vê-los desse jeito! |
22 | এন্টার্কটিকেও আমরা বিজয় উদযাপন করছি। | Na Antartica, estamos celebrando também. |
23 | স্প্যানিশ দলের কোন কোন ভক্ত এই হেরে যাওয়াকেও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করেছেনঃ | |
24 | জয় পরাজয়ের উর্ধ্বে উঠে একটি দলকে ভালবাসতে হয়। | Alguns fãs espanhóis tentaram ser positivos com a derrota: |
25 | স্প্যানিশ জাতীয় দলকে এ বছরের সবকিছুর জন্যই ধন্যবাদ। | Amar uma seleção vai além de vitórias e derrotas. |
26 | চ্যাম্পিয়নেরা সবসময়ই তাদের পুরনো রূপে ফিরে যায়। | Obrigado por todos estes anos, Seleção Espanhola. Campeões sempre se recuperam. |
27 | তাই ঘুরে দাঁড়াও। | Alegrem-se. |
28 | একজন জনপ্রিয় পেশাদার বাস্কেটবল খেলোয়াড় পাউ গাসোল। | Pau Gasol, um famoso jogador profissional espanhol de basquete do Los Angeles Lakers, deu algumas palavras de apoio: |
29 | তিনি লস এঞ্জেলস লেকারে খেলেন। | Ânimo, seleção. |
30 | তিনি স্পেনকে সমর্থন জানিয়ে বলেছেনঃ আমি আমাদের জাতীয় দলকে অনুপ্রাণিত করছি। | Vocês nos deram muitos momentos especiais e tenho certeza que nos farão passar por eles novamente. |
31 | আপনারা আমাদেরকে অনেক আনন্দময় মুহূর্ত দিয়েছেন। আমি নিশ্চিত আপনারা আবারও আমাদেরকে সেই মুহূর্তগুলো এনে দেবেন। | Futebol Mediaset, uma organização de notícias sobre o futebol, citou o goleiro Iker Casillas que se desculpou pela derrota: |
32 | খেলার খবর সংগ্রহকারী সংস্থা ফুটবল মিডিয়াসেট ম্যাচের পর স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিলাসের ক্ষমা চেয়ে বলা কিছু কথার উদ্ধৃতি দিয়েছেঃ | |
33 | ইকার ক্যাসিলাসঃ “আমরা জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তবে আমরা যতোটা পেরেছি, জেতার জন্য তাঁর সবকিছুই করেছি”। | Iker Casillas: “Nos descupamos ao povo, mas fizemos tudo que estava ao nosso alcance”. |
34 | বিদ্রূপাত্মক টুইটার একাউন্ট @ইয়াউরাবি'র মতো কেউ কেউ ততোটা ক্ষমাশীল ননঃ | Algumas pessoas não perdoaram tão fácil, como a usuária sarcástica @iauraB: |
35 | হে, ইকার ক্যাসিলাস, কীভাবে একজন ভাল গোল রক্ষক হওয়া যায় সে সম্পর্কে যদি আপনি কিছু শিখতে চান, তবে মেমো সুপারম্যান ওচোয়া'র সাথে পরিচয় করিয়ে দিতে পারি। | Ei, Iker Casillas, se você quiser ter algumas aulas sobre como ser um bom goleiro, posso te colocar em contato com Memo Superman Ochoa. |