# | ben | por |
---|
1 | ল্যাটিন আমেরিকায় ক্রাউডসোর্সিং সংক্রান্ত নির্দেশিকা | Um Guia para Crowdsourcing na América Latina |
2 | ক্রাউডসোর্সিং বলতে বোঝায় ইন্টারনেটের মাধ্যমে “গণ সম্পৃক্ততা,” অর্থাৎ এর মাধ্যমে যে কেউ ইন্টারনেট ব্যবহার করে জনকল্যাণের উদ্দেশ্যে বিষয়বস্তু তৈরি করতে পারে। | O crowdsourcing, também conhecido como “colaboração em massa”, permite que qualquer pessoa com uma conexão à Internet gere conteúdo útil para o público. |
3 | ল্যাটিন আমেরিকায় সম্প্রতি উল্লেখযোগ্য হারে ক্রাউডসোর্সিং কর্মকান্ড হচ্ছে যেগুলো এই মহাদেশের বিভিন্ন জরুরী অবস্থা মোকাবেলা এবং চাহিদা পূরণে অবদান রাখছে। | |
4 | উদাহরণস্বরুপ হিরোরিপোর্টস [en], যা মেক্সিকোর অপরের প্রতি অনুগ্রহ করে করা কাজগুলো মানচিত্রে সন্নিবেশ করে এবং লিউভিয়াসভে [en], যা ভেনিজুয়েলায় ঝড়োবৃষ্টির কারণে সৃষ্ট সমস্যাগুলো তুলে ধরে। | Na América Latina, numerosos projetos de crowdsourcing têm surgido para atender às diversas necessidades e emergências que o continente enfrenta, como o projeto Heroreports [en], que localiza atos de gentileza no México através de geotags, ou o LluviasVe [en], o qual mapeia eventos causados por chuvas fortes na Venezuela. |
5 | ক্রাউডসোর্সিং ল্যাটিন আমেরিকায় তথ্য বিকাশে নাগরিকদের অংশগ্রহণের জন্য মৌলিক উপাদান। | O crowdsourcing tem se tornado uma ferramenta fundamental na América Latina para fomentar e utilizar a participação dos cidadãos na tentativa de disseminar informação. |
6 | ২০১২ সালের ১৪ জানুয়ারি, পিরিওডিসমো সিউডাডানো নামক নাগরিক সাংবাদিকতা সম্পর্কিত ব্লগে এ গাইড টু ক্রাউডসোর্সিং ইন ল্যাটিন আমেরিকা [es] নামে নির্দেশিকাটি প্রকাশ করেন জ্যাকিন্তো লাজাস। | No dia 14 de janeiro de 2012, Jacinto Lajas publicou “Um guia para o crowdsourcing na América Latina” [es] no blog Periodismo Ciudadano, que abriga discussões e debates sobre jornalismo cidadão. |
7 | নিচে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন নন কমার্শিয়াল ৩. ০ স্পেন লাইসেন্সের অধীনে আমরা এটি পুনঃপ্রকাশ করেছি (সিসি বিওয়াই - এনসি ৩. | Republicamos abaixo o artigo de Lajas, sob a licença Creative Commons Attribution-Non-Commercial 3.0 Spain (CC BY-NC 3.0). |
8 | ০)। আমেরিকাস সোসাইটি (এএস) হল আমেরিকায় শিক্ষা, বিতর্ক ও কথোপকথন নিয়ে প্রখ্যাত প্রতিষ্ঠান। | Americas Society (AS) [en] é o principal fórum dedicado à educação, ao debate e ao diálogo nas Américas. |
9 | ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান আর কানাডায় বর্তমান রাজনৈতিক, সামাজিক আর অর্থনৈতিক ঘটনা, এবং নতুন বিশ্বের সংস্কৃতি ও আমেরিকার বিভিন্ন দেশের লোকের মাঝে আন্তঃসম্পর্কের গুরুত্ব তুলে ধরা এর উদ্দেশ্য। | Sua missão é fomentar a compreensão das atuais questões políticas, sociais e econômicas que a América Latina, o Caribe e o Canadá enfrentam, além de ampliar a consciência pública e o apreço pela diversidade do patrimônio cultural do Novo Mundo e pela importância das relações entre os vários povos das Américas. |
10 | তাদের লক্ষ্যের মধ্যে রয়েছে আমেরিকায় প্রযুক্তির উন্নয়নের ফলে পরিবর্তনের প্রভাব এবং এ গাইড টু ক্রাউডসোর্সিং ইন ল্যাটিন আমেরিকা- এর প্রকাশ, যেখানে ঐ অঞ্চলের বিভিন্ন দেশে এ সংক্রান্ত উদ্যোগগুলোকে তুলে ধরা হয়েছে। | Dentre os objetivos do fórum, se enquadra a observação lógica das mudanças provocadas pelos avanços tecnológicos nas Américas, e, no mesmo espírito, surge a publicação de um guia para o crowdsourcing na América Latina [en], destacando projetos desenvolvidos em países distintos em toda a região. |
11 | ঐ ক্রাউডসোর্সিং উদ্যোগগুলোর ভূমিকায় বিশ্বের অন্যতম বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারী অঞ্চল ল্যাটিন আমেরিকায় আইন, জনস্বাস্থ্য, ভোক্তাধিকার এবং সামাজিক ঘটনায় নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্রে গণসম্পৃক্ততার জনপ্রিয়তার কথা ব্যাখ্যা করা হয়েছে: | O prefácio da lista explica como o crowdsourcing se tornou um método popular de participação dos cidadãos, observando a lei, a saúde pública, os direitos do consumidor e as questões sociais da América Latina, uma das regiões com o maior crescimento de acesso à Internet no mundo: |
12 | জানুয়ারিতে ইন্টারনেট ব্যবহারকারী বেড়ে ১১২ মিলিয়ন হয়েছে- যা আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি। | O número de usuários da Internet aumentou para 112 milhões em janeiro de 2011 - um crescimento de 15 porcento em relação ao ano anterior. |
13 | ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকো, এবং ভেনিজুয়েলায় ইন্টারনেট ব্যবহার ২০ শতাংশ বেড়েছে। | Em países como Brasil, Colômbia, México e Venezuela, a taxa de crescimento do uso da Internet subiu em 20 porcento ou mais no mesmo período. |
14 | এছাড়া ২০১১ সালে উন্নত প্রযুক্তির ফোন ব্যবহার বেড়েছে গেছে, ল্যাটিন আমেরিকায় প্রতি পাঁচটি বিক্রীত মোবাইল ফোনের মধ্যে একটি স্মার্টফোন। এবং ২০১০ সালে এই ফোনের ব্যবহার বেড়েছে ১১৭ শতাংশ। | Também se observa um aumento no uso de telefones de última geração: em 2011, um em cada cinco celulares vendidos na América Latina foi um smartphone, e, em 2010, as vendas destes aparelhos na região cresceram em 117 porcento. |
15 | ইন্টারনেটের বহুল ব্যবহারের ফলে বহু ল্যাটিন আমেরিকান সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করছেঃ ২০১১ সালের জুনে ১১৪. ৫ মিলিয়ন লোক ফেসবুক ও টুইটারের মত ওয়েবসাইট ব্যবহার করেছে। | Com um acesso tão disseminado à Internet, mais e mais latino-americanos estão nas redes sociais: 114,5 milhões de pessoas utilizaram sites como Facebook e Twitter em junho de 2011. |
16 | একটি প্রতিশ্রুতিমূলক ভবিষ্যৎ নির্দেশ করে এটি। | É uma perspectiva promissora. |
17 | যেমন জনপ্রিয় হচ্ছে এই উদ্যোগগুলো - ল্যাটিন আমেরিকার উল্লেখযোগ্য ক্রাউডসোর্সিং প্রকল্পের কয়েকটি -এখানে লিপিবদ্ধ আছে। | Assim como a proliferação de projetos participativos - alguns mencionados aqui [es] - na América Latina. |
18 | [es] নিচে আপনি গাইডে উল্লেখিত প্রকল্পগুলোর তালিকা পাবেন। | Abaixo, você encontra a lista de projetos incluídos no guia. |
19 | আপনি আমেরিকাস সোসাইটি এর মূল প্রকাশনায় প্রতিটি প্রকল্পের আরো তথ্য পেতে পারেন।[en]। | Você pode encontrar mais informações sobre cada projeto na publicação original no site Americas Society [en]. |