# | ben | por |
---|
1 | মিশর: টেলিভিশনে রাষ্ট্রপতি বিতর্কের সময় এখন? | Egito: É Momento para Debates Presidenciais na Televisão? |
2 | এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ মিশর নির্বাচন ২০১১/১২-এর অংশ। | Este post faz parte de nossa cobertura especial das Eleições no Egito 2011/12. |
3 | মিশরীয় প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে শুধু মিশর নয় আরববিশ্বের সব স্থান থেকেই টেলিভিশনে রাষ্ট্রপতি বিতর্কের দাবি উঠছে। | Como se aproxima a hora das eleições presidenciais egípcias, estão sendo feito pedidos não apenas no país, mas ao redor de todo mundo árabe, para que ocorram debates na televisão entre os candidatos. |
4 | ২০০৫ সালে রাষ্ট্রপতি নির্বাচনের সময় মুবারক এধরনের বিতর্কের আহবান অস্বীকার করেন। কিন্তু বর্তমানে প্রথমবারের মতো একটি সত্যিকারের রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় মিশরীয় ভোটাররা তাদের দেখা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য স্থানের মতো বিতর্ক দেখার অপেক্ষায় রয়েছে। | Durante a eleição presidencial de Mubarak em 2005 foram rechaçados os pedidos para esses debates, mas agora, com uma corrida presidencial genuína pela primeira vez, eleitores egípcios estão ansiosos para assistir debates semelhantes com os que já viram nos Estados Unidos e noutros lugares. |
5 | ২২শে এপ্রিল তারিখে টুইটার ব্যবহারকারীরা “মোনাজারাত” (“বিতর্ক”) ধারণাটি নিয়ে আলোচনা করে এবং টেলিভিশনে মিশরের রাষ্ট্রপতি বিতর্কের আহবান জানায়। | No dia 22 de abril, usuários do Twitter discutiram a idéia de “Monazarat” (“Debates”), e pediram por debates televisionados entre os candidatos naquele país. |
6 | ১৯৬০ সালে টেলিভিশনে প্রচারিত প্রথম মার্কিন রাষ্ট্রপতি বিতর্কে সিনেটর জন এফ. | Senador John F. Kennedy e o vice-presidente Richard M. |
7 | কেনেডি এবং ভাইস প্রেসিডেন্ট রিচার্ড এম. নিক্সন। | Nixon durante o primeiro debate televisionado nos EUA em 1960. |
8 | উইকিমিডিয়া কমন্স থেকে নেয়া ছবি। | Imagem do Wikimedia Commons. |
9 | বাসেম সাব্রি টেলিভিশনে রাষ্ট্রপতি বিতর্ক দাবি করে প্রচারাভিযান শুরু করেন এবং টুইটারে হ্যাশট্যাগ (#মোনাজারাত) ব্যবহার করেন। | |
10 | সাফওয়াত সাফি টুইট করেছেন [আরবী]: | Safwat Safi twittou [ar]: |
11 | @সাফওয়াত_সাফি: আমার মনে হয় প্রথম টেলিভিশনে বিতর্কটি কেনেডি এবং নিক্সনের মধ্যে ষাটের দশকে হয়েছিল; তার থেকে ৫০ বছর পরে আরব বিশ্বে এটা দেখতে ভালই লাগবে। | @Safwat_Safi: Creio que o primero debate televisionado foi na década de 1960 entre Kennedy e Nixon; é legal ver isso acontecer no mundo árabe 50 anos depois. |
12 | সাংবাদিক মোহাম্মদ আবদেল কোদোস তার ব্লগে লিখেছেন [আরবী]: | Journalist Mohamed Abdel Kodos escreveu no seu blog [ar]: |
13 | আমি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতিত্ব নিয়ে ঠিক উন্নত দেশগুলির মতো প্রার্থীদের মধ্যে সরাসরি বিতর্ক দেখতে চাই। | Eu espero assitir debates ao vivo entre os candidatos à presidência da república assim como em países desenvolvidos. |
14 | তা কী বাস্তবতা লাভ করবে, নাকি তা শুধু একটি স্বপ্ন হয়েই থাকবে? | Será que isso se tornará realidade, ou vai simplesmente continuar a ser um sonho? |
15 | ব্লগার সারা লাবিব তার বিস্ময় প্রকাশ করেন [আরবী]: | A blogger Sara Labib manifestou seu espanto [ar]: |
16 | @সারালাবিব: এবারই প্রথম আমাদের সামনে একাধিক প্রকৃত প্রার্থী রয়েছে, এবং আমরা জানি না কে জয়লাভ করবে; আসুন প্রার্থীদের মধ্যে সংলাপ, আলোচনা এবং বিতর্কের সংস্কৃতি জোরদার করি | @SaraLabib: Pela primeira vez, estão diante de nós mais de um real candidato e nós não sabemos quem vencerá; vamos fortalecer a cultura do diálogo, discussão e debate entre os candidatos! |
17 | টুইটার ব্যবহারকারী তা৭রিরো বিতর্কের কিছু বিষয় প্রস্তাব করেছেন: | O usuário do Twitter ta7riro sugeriu alguns tópicos para serem debatidos: |
18 | @খেলালি: স্বাস্থ্য, বস্তি, রাস্তার শিশু, সাংস্কৃতিক ঐতিহ্য, উদ্ভাবন | @khelaly: saúde, favelas, crianças de rua, patrimôio cultural, inovação. |
19 | লেখক মারওয়া এলনাগার প্রেসিডেন্ট নির্বাচনে পোস্টার উন্মত্ততার সমালোচনা করে টুইট করেছেন [আরবী]: | A escritora Marwar criticou as eleições presidenciais com seu afã de cartazes and tweeted [ar]: |
20 | @মারওয়ামি: স্লোগান এবং পোস্টার প্রার্থীদের সম্পর্কে আমাকে কিছু বলবে না, কিন্তু বিতর্ক প্রত্যেক প্রার্থী কী চিন্তা করছেন এবং তার কর্মসূচী বাস্তব পরিকল্পনা ভিত্তিক কিনা তা পরিষ্কার করবে | @marwame: Slogans e cartazes não me dirão nada a respeito dos candidatos, enquanto os debates esclarecerão o que cada candidato pensa e se os seus programas são baseados ou não em planejamentos concretos. |
21 | আয়াদ এলবাগদাদি কৌতুক করেছেন: | Iyad Elbaghdadi ironizou: |
22 | @আয়াদ_এলবাগদাদি: অন্ততঃ #মিশর-এর রাষ্ট্রপতি বিতর্ক আমাদের বিদ্যমান কৌতুক অভিনেতাদের কিছু নতুন রসদ সরবরাহ করবে! | @iyad_elbaghdadi: No mínimo, os debates presidenciais no #Egito oferecerão aos nossos comediantes algum material novo! |
23 | হেশাম আলকুরাইনি বিশ্বাস করেন এধরনের বিতর্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে [আরবী]: | Hesham Alquraini acredita que os debates seriam muito significativos [ar]: |
24 | @হেশামকিউ: সত্যি সত্যিই মিশরের রাষ্ট্রপতি প্রার্থীদের মধ্যে বিতর্ক হলে তা হবে আরব রাজনৈতিক ইতিহাসে একটি অভূতপূর্ব অগ্রগতি। | @heshamq: Se os debates entre os candidatos à presidência realmente acontecerem, isso será um avanço sem precedentes na história política árabe. |