# | ben | por |
---|
1 | আমরা আমাদের নতুন ডিজাইন নিয়ে উত্তেজিত- আশা করি আপনারও। | Estamos muito animados com nosso novo design—Esperamos que você também |
2 | ছবি সিয়াটল পৌরসভার সংগ্রহশালা থেকে গৃহীত-সিসি বাই ২. | Imagem do Arquivo Municipal de Seattle - CC BY 2.0 Como eles lançavam as coisas antigamente |
3 | ০ প্রিয় বিশ্ব যদি আপনারা গ্লোবাল ভয়েসেস-এর ওয়েব সাইটে এই লেখাটা পড়ে থাকেন, তাহলে আপনারা আবিষ্কার করে থাকবেন যে সাইটের এখানকার চেহারাটা খানিকটা পরিবর্তিত হয়েছে। | Car@s leitor@s e colaborador@s, se você deu uma olhada no site do Global Voices hoje, provavelmente já percebeu que o visual dele está um pouco diferente do que era antes. |
4 | বিগত ছয় মাসে আমরা, গ্লোবাল ভয়েসেস-এর কর্মীরা, সাইটটিকে নতুন করে ডিজাইন করার জন্য কাজ করেছি, এবং আমরা এর উদ্বোধনের ঘোষণায় উত্তেজিত বোধ করছি। | Nos últimos seis meses, nós do Global Voices trabalhamos em um re-design e estamos muito contentes em anunciar o lançamento do novo site. |
5 | ইন্টারনেটের সৌন্দর্যবোধ দ্রুত পাল্টায়-চেহারাকে নতুন করে সাজানোর প্রক্রিয়া এবং সেটা যাতে একটি ওয়েব সাইটে ঠিকমত কাজ করে উভয়ে ছিল চ্যালেঞ্জিং এবং উত্তেজনাকর। | A estética da internet muda rapidamente, mas o processo de repensar a apresentação e o funcionamento de um site é desafiador e instigante. |
6 | এই সাইটের নতুন সংস্করণের উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারী যেন আগের চেয়ে ভালো অভিজ্ঞতা লাভ করে-এটা কোন সামগ্রিক ভাবে নতুন করে ব্রান্ডিং নয় কিংবা সব কিছু ভেঙ্গে আবার নতুন করে সাজানো নয়। | Esta nova edição do site destina-se a melhorar a experiência do usuário - não é apenas uma reestruturação ou uma jogada de marketing. |
7 | আমরা এমন এক ডিজাইন তৈরীর লক্ষ্য গ্রহণ করেছিলাম, যা হবে আধুনিক এবং সাধারণ, যেখানে কাহিনীগুলোকে চিহ্নিত করা এবং আবিষ্কার করার প্রতি মনোযোগ প্রদান করা হয়েছে। | Nosso objetivo com o novo design é de ser um site simples e moderno, como foco na facilidade de navegação e no acesso aos artigos. |
8 | নতুন, উন্নত গ্লোবাল ভয়েসেস সাইটে সেই একই কাহিনী এবং লেখা পাওয়া যাবে, তবে এখানে আরো সহজে লেখাগুলোকে খুঁজে পাওয়া সম্ভব হবে এবং পাঠক বিশ্বের সেই সমস্ত প্রান্তকে আবিষ্কার করতে পারবেন যা প্রায়শই আন্তর্জাতিক প্রচার মাধ্যমের পাতায় প্রকাশিত হয় না। | No novo e aperfeiçoado site do Global Voices, você irá encontrar as mesmas grandes histórias e autores, mas você será capaz de navegar através de nosso conteúdo com mais facilidade, e irá explorar os cantos do mundo que muitas vezes não são apresentados nas páginas da grande mídia internacional. |
9 | আপনি হয়ত আরো খেয়াল করে থাকবেন আমাদের সম্প্রদায়কে বর্ণনা এবং লক্ষ্যকে তুলে ধারা পাতাকে নতুন করে সাজিয়েছি, যে দশ বছর! ধরে আমরা কাজ করছি সেই সময়ের পাল্টে যাওয়া ও পরিবর্তন সেই বিষয়গুলো মাথায় নিয়ে । | Você também irá notar que melhoramos as páginas que descrevem a nossa comunidade e nossa missão, considerando as mudanças e transformações que têm ocorrido nos dez anos (!) que já estamos por aqui. |
10 | নতুন এই ডিজাইনটি মোবাইলে দেখা যাবে, এর ফলে সকল ধরনের যন্ত্রে এই ডিজাইন উপভোগ্য। আইফোন থেকে নেওয়া স্ক্রিনশট। | O novo design funciona bem nos celulares, então você poderá aproveitá-lo em todos os dispositivos móveis! |
11 | আমাদের নতুন ডিজাইনের ধারণা এসেছিল ডিজাইনার ডগলাস স্যাভেজের মাথা থেকে আর এটির কোড তৈরী করেছে আমাদের নিজেদের টেক গুরু জেরেমি ক্লার্ক। | O novo visual do site foi criado pelo designer Douglas Savage e codificado pelo guru em tecnologia do Global Voices, Jeremy Clarke. |
12 | যাচাই-এর অংশ হিসেবে এই সাইট নিয়ে আমরা ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ইন্টারএ্যাকশন ডিজাইন বিভাগের সাথে কাজ করতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি, সবার মঙ্গলের জন্য তাদের প্রদান করা সেবার কারণে আমরা তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। | |
13 | তিনটি ভিন্ন গ্রুপ এর ব্যবহার যোগ্যতা যাচাই করে এবং নতুন ওয়েব সাইট নিয়ে জরিপ পরিচালনা করে, কোন ধরনের কাজ এবং কোন কোন ক্ষেত্রে উন্নতি করার প্রয়োজন সে বিষয়ে আমাদের বিশেষ ফিডব্যাক প্রদান করে। | Como parte do processo de teste, tivemos a sorte de trabalhar com a Escola de Design Interativo [en] da Universidade de Washington, que realizou testes de usabilidade e pesquisas pro bono. |
14 | যেমনটা আমরা সকলে জানি, নতুন এবং চকচকে মানে নিখুঁত নয়ঃ নিঃসন্দেহে নতুন, উন্নত গ্লোবাল ভয়েসেস উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে, ব্যবহার বিষয়ে এবং উদ্বোধনের পর এই সাইট সম্বন্ধে ফিডব্যাক নেওয়ার জন্য এবং একই সাথে সম্পাদকীয় এবং সম্প্রদায়ের প্রয়োজন সাড়া দেওয়ার জন্য, আমরা সবসময় এটির ক্ষেত্রে যাচাই, সংশোধন এবং গ্রহণ করতে থাকব। | Como todos sabemos, novo e brilhando não significa perfeito: o novo e melhor Global Voices, naturalmente, é um trabalho em andamento. Nós continuaremos testando, modificando e adaptando, como resposta aos problemas de usabilidade que iremos encontrar e ao feedback que receberemos após o lançamento, e também em resposta às necessidades editoriais da comunidade. |
15 | যদি এই সাইটে প্রবেশ করার পর আপনি কোন ত্রুটি কিংবা সমস্যার মুখোমুখি হন, তাহলে দয়া করে এই ফর্মটি পূরণ করে আমাদের জানান অথবা webmaster@globalvoicesonline.org- এ মেইল করুন। | Se você encontrar erros ou problemas, entre em contato conosco, preenchendo este formulário, ou escrevendo para webmaster@globalvoicesonline.org. |
16 | আর যখন আমরা আপনাকে সাথে পাচ্ছি, তখন দয়া করে দান করে আমাদের সমর্থনের বিষয়টি বিবেচনা করুন। | E aproveitando, que temos você nos lendo, por favor considere nos apoiar através de uma doação. |
17 | আমরা আশা করি, সবাই নতুন, উন্নত গ্লোবাল ভয়েসেস সাইটটি উপভোগ করবেন! | Esperamos que você curta o novo e melhor Global Voices! |