Sentence alignment for gv-ben-20140524-43370.xml (html) - gv-por-20140526-52465.xml (html)

#benpor
1ছয় জন যুবককে কারাগারে পাঠাল “হ্যাপি” ভিডিওSeis jovens presos em Teerão por participarem em vídeo “Happy”
2তেহরানে সুখ ভিডিওটির একটি স্ক্রিনশট।Captura de ecrã do vídeo “Happy” em Teerão
3ফ্যারেল উইলিয়ামসের গাওয়া গান “হ্যাপি” এর মিউজিক ভিডিও দ্বারা অনুপ্রাণিত হয়ে তেহরানের ছয় জন ইরানি যুবক একটি নাচের ভিডিও তৈরি করে।Seis iranianos pagaram um preço elevado por aderir a uma tendência mundial quando fizeram um vídeo de dança em Teerão, inspirado no vídeo da música “Happy”, de Pharrell Williams.
4তবে ভিডিও তৈরির এই বিশ্বব্যাপী প্রবণতায় যোগ দেওয়ার জন্য তাঁদের বেশ উচ্চ মূল্য দিতে হয়। ইরানি কর্তৃপক্ষ ঘোষণা করে, গত ২০ মে তারিখে তাঁদের গ্রেপ্তার করা হয়।No passado dia 22 de Maio, cinco dos seis jovens foram libertados da prisão, depois de as autoridades iranianas terem anunciado a sua detenção no dia 20 de Maio.
5২২শে মে বৃহস্পতিবার এই তরুণদের মধ্যে একজন ছাড়া বাকী সবাইকে মুক্তি দেওয়া হয়েছে।No Twitter, através da campanha #FreeHappyIranians, os internautas iranianos exprimiram a sua raiva e desapontamento com tuites que se espalharam pela Internet.
6এ সম্পর্কিত #ফ্রিহ্যাপিইরানিয়ান্স নামের একটি টুইটার প্রচারাভিযানে ইরানের নেটিজেনরা টুইটারে তাদের ক্ষোভ এবং হতাশা প্রকাশ ব্যক্ত করে টুইটের প্লাবন বইয়ে দিয়েছেন।
7ব্যাপারটি উপেক্ষা করা এতোটাই একটা কঠিন ছিল যে মধ্যপন্থী ইরানের প্রেসিডেন্ট টুইটারে একটি মতামত দিয়ে এর সাথে তিনি একমত প্রকাশ করেছেন (হাস্যকর ভাবে, টুইটার এখনও ইরানে নিষিদ্ধ)।O alvoroço gerado foi tão difícil de ignorar que até mesmo o moderado presidente iraniano se juntou ao debate com uma opinião no Twitter (ironicamente, o acesso ao Twitter continua bloqueado no Irão).
8“#সুখ আমাদের জনগণের অধিকার।A felicidade é um direito do nosso povo.
9আনন্দের কারণে সৃষ্ট কোন আচরণে আমাদের খুব বেশি শক্ত হওয়া উচিত নয়” ২৯/০৬/২০১৩Não devemos ser demasiado severos com demonstrações de alegria.” 29/6/2013 - Hassan Rouhani (@HassanRouhani) 21 de Maio de 2014
10যে ভিডিওর কারণে “হ্যাপি” ইরানীদের গ্রেপ্তার করা হয়েছে তা এখানে রয়েছে।Este foi o vídeo que levou à detenção dos iranianos “felizes”.
11অনুষ্ঠানটি অবশ্যই চলবেThe show must go on
12ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সান্ধ্য সংবাদ সম্প্রচারে মুখোমুখি হওয়ার পাশাপাশি তেহরানের পুলিশ প্রধান হোসেন সাজেদিনিয়ার সাথেও দলটিকে দেখা করতে বাধ্য করা হয়।Obrigados a aparecer lado a lado nos noticiários da televisão pública iraniana, em frente ao chefe da polícia de Teerão, Hossein Sajedinia, os jovens confessaram terem sido enganados e induzidos a participar no vídeo por um homem e uma mulher não identificados. https://www.youtube.com/watch?
13তারা স্বীকার করেছে, বেনামি একজন নারী এবং পুরুষকে ভিডিও ক্লিপটিতে প্রদর্শনের মাধ্যমে তাঁদের প্রতারিত করা হচ্ছে।v=N5jyIR3NdjE Nas imagens, os iranianos detidos afirmam que foram “enganados” e que fizeram o vídeo para consumo privado, sem nunca terem a intenção de partilhá-lo publicamente.
14https://www.youtube.com/watch?A felicidade é um crime?
15v=N5jyIR3NdjEMehriran tuitou:
16গ্রেফতারকৃত ইরানিরা বলছেন, ভিডিও ফুটেজে তাঁদের সাথে প্রতারণা করা হয়েছে।Não nos podem impedir de sermos felizes #FreeHappyIranians pic.twitter.com/gjzCIfuGPk
17ব্যক্তিগত উদ্দেশে তাঁরা ভিডিওটি তৈরি করেছেন।- مهریران (@mehri912) 21 de Maio de 2014
18কোনভাবেই সেটা প্রকাশ্যে শেয়ার করার উদ্দেশ্যে নয়।Do Twitter de Sheema Kalbasi: #LeiSharia: Cultura de humildade, mágoa, flagelação, execuções, opressão!
19সুখ কি একটা অপরাধ ?A felicidade é um crime!
20মেহরিরান টুইট করেছেনঃ#freehappyiranians pic.twitter.com/73HYmsYcry
21আপনি আমাদের সুখী হওয়া থেকে নিবৃত করতে পারবেন না।- Sheema Kalbasi (@IranianWoman) 21 de Maio de 2014
22শিমা কাল্বাসি টুইট করেছেনঃDo Twitter de Potkin Azarmehr:
23#শরিয়াআইনঃ নম্রতা, দু:খ, মারামারি, মৃত্যুদন্ড, নিপীড়নের সংস্কৃতি! সুখ একটা অপরাধ!Há 35 anos depois de uma Revolução Islâmica, a felicidade tornou-se um crime numa terra feliz com pessoas felizes :( #iran #freehappyiranians
24পটকিন আজারমেহার টুইট করেছেনঃ- potkin azarmehr (@potkazar) 21 de Maio de 2014
25ইসলামী বিপ্লবের ৩৫ বছর পরে, সুখী মানুষের একটি সুখী দেশে সুখ একটা অপরাধ হয়ে ওঠে।