# | ben | por |
---|
1 | ইরান: ব্লগার গ্রেপ্তারের নতুন জোয়ার | Irã: Nova onda de prisões de blogueiros |
2 | ইরানের রাষ্ট্র পরিচালিত সংবাদ ওয়েবসাইট, ইরনা আর চরম রক্ষণশীল সংবাদপত্র কেইহান সম্প্রতি ঘোষণা করেছেন যে ইরান প্রক্সি নামে সেন্সরশীপ আর ফিল্টারিং এর বিরুদ্ধে লড়ছে এমন একটি দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। | O website estatal iraniano Irna [fa] e o jornal ultraconservador Keyhan [fa] anunciaram este mês que membros do Iran Proxy [Proxy Iraniano], um grupo que luta contra a censura e filtragem, haviam sido presos. |
3 | এই সংবাদ সাইট আরেকটি ঘোষণাতে দাবী করেছে যে ইরানী সরকার বেশ কিছু ‘আমেরিকান মদদপুষ্ট সাইবার যুদ্ধ নেটওয়ার্ক' আটকিয়েছে আর ৩০ জনকে গ্রেপ্তার করেছে। | O site de notícias também alegou, em um anúncio, que o governo iraniano havia interrompido várias “redes de cyber-guerra apoiadas pelos EUA” e prendeu 30 pessoas. |
4 | ইরানী সংবাদ সাইট উল্লেখ করেনি গ্রেপ্তারকৃতদের মধ্যে কতজন ইরান প্রক্সি দলের। | Sites de notícias iranianos não mencionaram quantos dos detidos pertencem ao grupo Iran Proxy. |
5 | ইরান প্রক্সি দলটি এতদিন টুইটার আর তাদের ওয়েববসাইট ব্যবহার করেছে ওয়েব ফিল্টারিং এর বিরুদ্ধে যুদ্ধে। | O Iran Proxy tem usado o Twitter e seu próprio site na luta contra a filtragem da web. |
6 | রেডিও ফার্দার সাথে এক সাক্ষাৎকারে, এই দলের একজন প্রতিনিধি জানিয়েছেন যে তারা ছয় বছর ধরে গোপনে সেন্সরশীপের বিরুদ্ধে লড়াই করছেন। | Em uma entrevista à Radio Farda, um representante do grupo disse que eles trabalhavam há 6 anos em uma guerra silenciosa contra a censura. |
7 | তিন মাস আগে, এই দল তাদের ওয়েবসাইটে জানিয়েছিল যে অর্থনৈতিক কষ্টের কারনে তারা তাদের কাজ বন্ধ করে দিচ্ছেন। | Três meses atrás, o grupo anunciou em seu site [fa] que, devido a pressões financeiras, eles estavam parando com suas atividades. |
8 | কেইহান জানিয়েছে যে এই দলের নেতা ‘সৈয়দ হুসেন রোনাঘি মেল্কি' নামে একজন ব্লগার যার ছদ্মনাম বাবাক খোরামদিন বা বাবাক ব্লগার। | Keyhan informou que o líder do grupo é um blogueiro chamado “Seyed Hussein Ronaghi Melki”, cujos pseudônimos são Babak Khoramdin ou Babak blogger. |
9 | সংবাদপত্র দাবি করছে যে এই ব্লগারের অবস্থান তাবরিজে আর সে মানবাধিকার রক্ষার কাজে সম্পৃক্ত। | O jornal afirma que o blogueiro tinha sua base em Tabriz e estava envolvido em atividades de direitos humanos. |
10 | কেইহান অনুসারে নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। | Segundo Keyhan, ele foi preso pelas forças de segurança. |
11 | বাবাক খোরামদিন উপরের ছবি টুইটারে আর তার ব্লগে ব্যবহার করেছেন যেখানে তিনি মানবাধিকার আর রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। | Babak Khoramdin usava [fa] a foto acima em seu twitter e em seu blog [fa] onde ele trocava idéias sobre direitos humanos e assuntos políticos. |
12 | ইতোমধ্যে, ইরানী সংস্কারবাদী ওয়েবসাইটগুলো ঘোষণা করেছে যে দেশের প্রথমসারির ব্লগ প্লাটফর্ম পারসিয়ান ব্লগের প্রতিষ্ঠাতা মেহেদি আবুতোরাবিকেও গ্রেপ্তার করা হয়েছে। | Enquanto isso, sites reformistas iranianos anunciaram [fa] que Mehdi Aboutorabi, fundador do Persian Blog [Blog Persa], um blog provedor líder no país, também teria sido preso. |
13 | আবুতোরাবি রাষ্ট্রপতি নির্বাচন প্রচারণায় ইরানের প্রধান বিরোধী দলীয় প্রার্থী মির হুসেন মুসাভির সমর্থক ছিলেন। | Aboutorabi foi um apoiante da campanha presidencial de um dos principais líderes de oposição do Irã, Mir Hussein Mousavi. |
14 | গত বছর ১২ই জুনে রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকে, ইরানী কতৃপক্ষ শত শত সাংবাদিক আর রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করেছেন, আর একই সাথে অনেক ব্লগারকেও। | Desde as eleições presidenciais de 12 de Junho, as autoridades iranianas prenderam centenas de jornalistas e ativistas políticos, e também muitos blogueiros. |
15 | আবুতোরাবির গ্রেপ্তার অবশ্য ইরান প্রক্সির সাথে সম্পর্কিত না। | A prisão de Aboutorabi não tem relação com o grupo Proxy Iran. |