Sentence alignment for gv-ben-20110220-15842.xml (html) - gv-por-20110218-17256.xml (html)

#benpor
1বাহরাইন: রাষ্ট্রীয় টেলিভিশন জানাচ্ছে, প্রতিবাদকারীদের হাতে ছিল তলোয়ার, বন্দুক এবং গোলাবারুদBahrein: Segundo TV estatal, manifestantes portavam espadas, armas e munição
2এই পোস্টটি ২০১১ সালের বাহরাইনের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।Este post é parte de nossa cobertura especial dos Protestos no Bahrein 2011.
3বাহরাইনের রাষ্ট্রীয় টেলিভিশন (বিটিভি) রাজধানী মানামার পার্ল রাউন্ডএ্যাবাউটে সমাবেত হওয়া হওয়া বিক্ষোভকারীদের উপর ভোর রাতে চালানো হামলার ব্যাপারে এই মাত্র সরকারের জবাবদিহিতা প্রদান করল। এই হামলায় পাঁচজন নিহত হয়েছেন, অজস্র আহত হয়েছেন এবং যে ৬০ জনের মত ব্যক্তি নিখোঁজ রয়েছে, আর এখনো তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না:A TV Bahrein acabou de colocar no ar a versão do governo sobre o ataque nesta madrugada [17 de fereveiro de 2011] contra os protestantes presentes na Rotatória Pérola, na capital Manama, que deixou cinco mortos, um grande número de feridos e 60 pessoas desaparecidas.
4সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে সুলতান আল কাশেমি নামক টুইটারকারী পুরো ঘটনার সংবাদ প্রকাশ করেছে, যে অনুষ্ঠানে দাবি করা হয়, প্রতিবাদকারীদের এই হামলা সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছিল। তবে আজ সকলে একটা টুইটার পোস্টে বলা হয় যে প্রতিবাদকারীদের সেখানে থেকে যেতে বলা হয়েছিল, যেমনটা গ্লোবাল ভয়েসেস-এ, সংবাদ প্রদান করা হয়েছে।Dos Emirados Árabes Unidos, o Sultão Al Qassemi fez a cobertura do programa, segundo o qual os manifestantes haviam sido alertados - o que foi negado pelas testemunhas que contaram ao mundo ao vivo, por meio do Twitter, como o ataque se desenrolou, como mostra nossa cobertura.
5এই অনুষ্ঠানে আহত নিরাপত্তা কর্মীদের ছবি দেখানো হয়, একই সাথে অস্র, গোলাবারুদ এবং তলোয়ারের ছবি দেখানো হয়, যে ছবিগুলো বেশ পীড়াদায়ক।O programa também mostrou imagens fortes de policiais feridos, e de armas, munição e espadas que, alegou a TV, estariam em poder dos manifestantes.
6এই অনুষ্ঠানে বলা হয় এগুলো প্রতিবাদকারীদের জিনিসপত্র। এদিকে বাহরাইনি টুইটারস্ফেয়ার এই নিয়ে বিতর্ক অব্যহত রয়েছে, আজ সকালে কি ঘটেছে এবং কেন ঘটেছে।Enquanto isso, o debate sobre o que aconteceu durante a madrugada continua na timelina Twitter de Bahrein.
7এখানে কয়েকটি প্রতিক্রিয়া তুলে ধরা হল:Veja a seguir uma seleção dos relatos:
8@বাহরাইনরাইটস:@এজেলাইভ:@এজেইংলিশ, সম্প্রতি হয়ে যাওয়া সংঘর্ষে মৃতের সংখ্যা পাঁচে উন্নত#বাহরাইন।@BahrainRights: “@AJELive: @AJEnglish número de mortos dos últimos embates subiu para cinco #Bahrain.
9প্যারামেডিকেরা বলছে যে হাসপাতালে আসা বেশির ভাগ ব্যক্তি মাথায় আঘাত পেয়েছ।Paramédicos dizem que maioria dos pacientes no hospital tem ferimentos na cabeça”
10@সুলতানআলকাশেমি: বাহরাইনের টিভিতে বন্দুক আর বুলেট দেখানো হচ্ছে। http://yfrog.com/h7e2wvj http://yfrog.com/h01yazlj@SultanAlQassemi: Armas e balas mostradas na TV Bahrain http://yfrog.com/h7e2wvj http://yfrog.com/h01yazlj
11@সুলতানআলকাশেমি: আলাদা ভাবে পথের জন্য তৈরি অস্থায়ী রান্নাঘরের ভেতর এবং বাহির ।@SultanAlQassemi: Dentro e fora de uma cozinha improvisada numa caravana.
12বাহরাইন টিভির দৃশ্য।http://yfrog.com/h6xdqtaj http://yfrog.com/gytwzkqjDa TV Bahrain http://yfrog.com/h6xdqtaj http://yfrog.com/gytwzkqj
13@সুলতানআলকাশেমি: বাহরাইন টিভিতে প্রতিবাদকারীদের আরো কিছু তলোয়ার এবং চাকু প্রদর্শন করা হচ্ছে। http://yfrog.com/h7ybfutj@SultanAlQassemi: Mais espadas e facas na TV Bahrain http://yfrog.com/h7woslgj http://yfrog.com/hsdktauj http://yfrog.com/h7ybfutj
14@মাহমোদ: @সুলতানআলকাশেমি, অবশ্যই একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে, আপনি আপনার “ক্ষোভে পরিপূর্ণ মন্তব্য” এতে যোগ করেছেন, তাই না?@mahmood: @SultanAlQassemi é claro que como um jornalista responsável, você acrescentaria “não verificado” aos seus ferrenhos comentários, não é?
15@আমালএন্ডআপলান: @সুলতানআলকাশেমি, আমি বাহরাইনের রাষ্ট্রীয় টিভিকে বিশ্বাস করি না।@amalandaplan: @SultanAlQassemi Eu não confiaria de jeito nenhum na TV Bahrain
16@আইল্যান্ডবাহরাইন: বিটিভি (বাহরাইন টেলিভিশন) কেবল সত্যের একটি অংশ তুলে ধরেছে।@iLandBahrain: BTV mostrou um lado da verdade.
17অন্য সব প্রচার মাধ্যম আর অন্য দিকগুলো তুলে ধরছে।Outros veículos mostram outros lados.
18@আইল্যান্ডবাহরাইন: প্রশ্ন রয়েই যাচ্ছে: এখানে, এই কাজের পেছনে যুক্তি কি ছিল?É esperado tendenciosidade de todas as fontes, mas ainda assim fico com nojo…
19কেন হামলার আদেশ প্রদান করা হয়েছিল?@iLandBahrain: Perguntas que permanecem: Qual o motivo? Quem mandou atacar?
20যে কোন আলোচনার পরে হামলা হচ্ছে প্রথম নয়, সর্বশেষ সমাধান।Atacar manifestantes é sempre última instância depois do diálogo, não a primeira.
21@আম্মার৪৫৬: বিটিভির জন্য আরো প্রশ্ন: কেন ট্যাঙ্ক রাস্তায় নামল”?@ammar456: Mais perguntas para BTV: Por que foram enviados tanques?
22কেন এর ছবি প্রকাশ করার জন্য ১২ ঘন্টা সময় নিল?Por que demorou 12hrs para colocar imagens no ar?
23কেন লাইভ ফিড সাইট #লুলু এক ঘন্টা আগেই বন্ধ করে দেওয়া হল?Por que o live feed do site sobre #lulu foi bloqueado uma hora antes?
24কেথ্যাঙ্কসবাই।Kthxbye
25@আলআলি::বিটিভির ভিডিওতে, আমি শুনতে পাচ্ছি লোকজন বলছে “সিমিইয়া”-শান্তি।@alaali: No vídeo da BTV, ouço gente dizendo: “simiya” - “em paz”.
26আর কেউ কি তা শুনতে পেয়েছে?Mais alguém ouviu?
27#বাহরাইন#Bahrain
28@আমালএন্ডআপলান:ফ্লাশ :#বাহরাইনের বিরোধী দলের এমপি বলেছে যে, পুলিশ বিরোধীরা প্রতিবাদ ক্ষেত্র ছত্রভঙ্গ করার পর থেকে ৬০ জন লোক নিখোঁজ রয়েছে।@amalandaplan: FLASH: Parlamentar da oposição de #Bahrain diz que cerca de 60 pessoas desapareceram depois que a polícia invadiu o campo de protesto
29@নাদোই_উইশ: যদি এটা আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিবেচ্য বিষয় হয়, তাহলে তা কোন ভাবেই অর্থনীতিকে সাহায্য করবে না#বাহরাইন।@nadooi_wish: Isso não ajudou a econômia, se é com isso o que você se preocupa #Bahrain
30@মাহমোদ: @আহমেদআলসাইরাফি, কয়েকজনের আহত হবার ঘটনা সত্য এবং নিশ্চিতভাবে বলা যায়, সেখানে কিছু অস্ত্র ছিল।@mahmood: @ahmedalsairafi alguns ferimentos são verdadeiros e algumas armas com certeza estavam lá.
31মনে হচ্ছ বাকী কয়েকজনের অহত হবার ঘটনা সাজানো/ভূয়া এবং কোন কোন ক্ষেত্রে, প্রমাণ তৈরির জন্য ফুলিয়ে ফাঁপিয়ে তা করা হয়েছে।Sinto que outros ferimentos foram evidências plantadas encenadas/falsas e exageradas
32@আলিবিনখালিফা: @নিকক্রিস্টোফ: সে কি হিজবুল্লাহের পতাকা এবং অস্ত্রের কথা বলেছে, যা সেই প্রতিবাদ বিক্ষোভে লুকিয়ে রাখা হয়েছিল, আপনারা যাকে “শান্তিপূর্ণ বিক্ষোভ” বলে অভিহিত করছেন।@alibinkhalifa: @NickKristof Ele contou sobre as bandeiras do Hizbullah e armas guardadas entre o que você chama de “manifestante pacífico?”.
33@সুহাইলআলগোসাবইবি: @জাস্টআমিরা, আমি মনে করি এক দলই “কেবল” সত্য প্রকাশের দাবী করবে, সেটি বিপজ্জনক।@SuhailAlgosaibi: @JustAmira Acho perigoso que um lado alegue ter *toda* a verdade.
34আমরা প্রতিবাদকারীদের তরফ থেকে অনেক অনেক মিথ্যা দাবী করতে দেখেছি…Vimos muitas mentiras da parte dos manifestantes também…
35@রাজানিয়াত: আরটি@ট্রেলাএলবিধ#ভাই সকল, দয়া করা #বাহরাইনে আপনাদের অবস্থান পরিবর্তন করবেন না, অথবা অন্য যে কোন গুরুত্বপূর্ণ স্থান পাল্টাবেন না, যাতে আমরা সেখানে অবস্থান করা লোকদের চিহ্নিত করতে পারি। দয়া করে আমাদের বিভ্রান্ত করবেন না।@razaniyat: RT @TrellaLB: pessoal, favor não mudem suas localizações para #bahrain ou nenhuma outra zona de conflito para que a gente possa rastrear o pessoal em campo sem se confundir
36@স্যান্ডমাঙ্কি: প্রিয় পশ্চিমী প্রচার মাধ্যম, দয়া করে বাহরাইনের বিপ্লবকে “লুলু” বিপ্লব নামে অভিহিত করবেন না।@Sandmonkey: Cara Imprensa Ocidental: parem de chamar a Revolução de Bahrain de Revolução “Lulu”.
37আপনারা আমাদের এমনভাবে উপস্থাপন করছেন, যাতে আমরা সুন্দর দেখাই।Vocês nos deixam com cara de coisa fofa.
38#উইআরস্ক্যায়ারিআরবস#বুউউ#WeAreScaryArabs #BOOO
39@আলগারগাউয়ি: এখন বেলা ৩. ১০ বাজে।@algergawi: Agora são 15h10.
40জিসিসি এফএম (গাল্ফ কোপারেশন কাউন্সিল-উপসাগরীয় সহযোগিতা পরিষদ-এর পরারাষ্ট্রমন্ত্রী পরিষদ) এর এক অসাধারণ মিটিং শেষে আজ বাহরাইনের পরারাষ্ট্রমন্ত্রী এক বিবৃতি প্রদান করবে।Na sequência de uma reunião extraordinária dos Ministros do Exterior do GCC [Conselho de Cooperação do Golfo] na noite de hoje, o Ministro do Exterior de Bahrain fará um pronuncionamento.
41আগামীকাল আবার বিক্ষোভের পরিকল্পনা রয়েছে#ফেব১৪Há protestos programados para amanhã. #Feb14
42@আলগারগাউয়ি: এটা বলা যথেষ্ট হবে যে, পরবর্তী ২৪ ঘন্টা বাহরাইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ মূহূর্ত হতে যাচ্ছে#ফেব১৪@algergawi: Basta dizer, as próximas 24 horas terão significado histórico para Bahrain.
43এই অনুষ্ঠান অনেক প্রশ্নের উত্তর প্রদান করার বদলে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।#Feb14 O programa deixou mais perguntas que respostas.
44এই পোস্টটি ২০১১ সালের বাহরাইনের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।