# | ben | por |
---|
1 | ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অগ্রণী অধিকার বিল ব্রাজিলিয়ান কংগ্রেসে অনুমোদিত | Câmara dos Deputados aprova o Marco Civil da Internet |
2 | অবশেষে মার্কো সিভিল ব্রাজিলিয়ান ন্যাশনাল কংগ্রেস কর্তৃক অনুমোদিত হয়েছে এবং পরবর্তীতে সেনেটে এর ওপর ভোট গ্রহণ করা হবে। | O Marco Civil foi finalmente aprovado pela Câmara dos Deputados brasileira e passará, na sequência, pela deliberação e votação do Senado Federal. |
3 | ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এই অধিকার বিলটি টুইটারে একটি বিশ্বব্যাপী গতিবিধির বিষয় হয়ে উঠেছে। | |
4 | এটি গড়ে উঠেছে একটি বড় মাপের প্রচারণার ফলে, যেটি ২৫ মার্চ, ২০১৪ তারিখে ভোটের দিন সময়ে প্রচারিত এবং এটি #মার্কোসিভিল এবং #ইউকুয়েরমার্কোসিভিল হ্যাশট্যাগের অধীনে (আমি মার্কো সিভিল চাই) পরিচালিত। | A chamada “Constituição” da internet se transformou em trending topic no Twitter, seguindo uma campanha massiva que se estendeu por todo o dia da votação, 25 de março de 2014, por meio das hashtags #MarcoCivil e #EuQueroMarcoCivil. |
5 | বিলটির বর্তমান সংস্করণ [পিডিএফ] নেট নিরপেক্ষতা বিধান, মুক্ত চিন্তার স্বাধীনতা এবং ব্যবহারকারীদের গোপনীয়তাকে অপরিবর্তিত রেখেছে। | A versão do projeto de lei aprovada na Câmara dos Deputados [pdf. ] preservou os dispositivos que asseguram a neutralidade da rede, a liberdade de expressão e a proteção à privacidade dos usuários. |
6 | “মুক্ত ও গণতান্ত্রিক ইন্টারনেটের জন্য” আভাজের এই পিটিশন এর অভিব্যক্তি দেওয়া সাবেক সংস্কৃতি মন্ত্রী এবং বিখ্যাত সুরকার গিলবারটো গিল টুইট করেছেন: | O músico e ex-Ministro da Cultura, Gilberto Gil, que emprestou sua imagem à petição do Avaaz “Por uma internet livre e democrática“, escreveu: |
7 | আমরা জয়ী! | Vencemos! |
8 | #মার্কোসিভিল অনুমোদিত!! | O #MarcoCivil foi aprovado!! |
9 | একটি নিরপেক্ষ ওয়েবের জন্য, অভিব্যক্তি এবং গোপনীয়তা রক্ষার স্বাধীনতার জন্য! | Por uma rede neutralizada,liberdade de expressão e proteção à privacidade! - Gilberto Gil (@gilbertogil) March 26, 2014 |
10 | ২৫ বছর আগে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর উদ্ভাবক স্যার টিম বার্নার্স লি'র জন্য, এটি “ব্রাজিলিয়ান এবং বিশ্বব্যাপী ওয়েব ব্যবহারকারীদের জন্য সম্ভাব্য সর্বোত্তম জন্মদিনের উপহার”। | Para Tim Berners-Lee, que há 25 anos inventou a World Wide Web, este é “o melhor presente de aniversário para os usuários da Web do Brasil e do mundo”. |
11 | ভোটের প্রাক্কালে সমর্থন দেওয়া একটি বিবৃতিতে তিনি বলেছেন: মার্কো সিভিল এর অনুমোদন পাওয়ার ফলে এটি “নতুন যুগের ব্যবহারকারীদের সাহায্য করবে - যেখানে সারা বিশ্বের প্রতিটি দেশের নাগরিকদের অধিকার সুরক্ষিত হয় অধিকারের ডিজিটাল বিল দ্বারা”ঃ | Em nota de apoio [en] publicada um dia antes da votação, ele disse que a aprovação do Marco Civil “irá ajudar a inaugurar uma nova era, em que os direitos dos cidadãos em cada país ao redor do mundo serão protegidos por cartas de direitos digitais”: |
12 | ওয়েবের মতো করে, মার্কো সিভিলও তার ব্যবহারকারীদের দ্বারা নির্মিত হয়েছে - এই যুগান্তকারী, অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়াটি হচ্ছে একটি নীতি যা ইন্টারনেট ব্যবহারকারী ব্যক্তি, সরকার এবং কর্পোরেশনের (…) অধিকার ও দায়িত্বে ভারসাম্য আনে। চূড়ান্তভাবে, ইন্টারনেট হবে একটি মুক্ত, নিরপেক্ষ এবং বিকেন্দ্রীভূত নেটওয়ার্ক, যেখানে ব্যবহারকারীরা হবেন সহযোগিতা ও উদ্ভাবনের ইঞ্জিন - এই খসড়া বিলটি ইন্টারনেট সম্পর্কে এটাই প্রতিফলিত করছে। | Como a Web, o Marco Civil foi construído por seus usuários - num processo inovador, inclusivo e participativo que resultou em regras que equilibram os direitos e responsabilidade de indivíduos, governos e empresas que se utilizam da Internet (…) em última análise, o projeto de lei reflete a Internet como ela deve ser: uma rede aberta, neutra e descentralizada, na qual os usuários são o motor para a colaboração e a inovação. |
13 | সক্রিয় কর্মীরা চেম্বারে বিলটির জন্য উল্লাস করছেন। | |
14 | টুইটারের মাধ্যমে ছবিটি শেয়ার করেছেন @মারকোসিভিল | |