Sentence alignment for gv-ben-20110206-15427.xml (html) - gv-por-20110203-16063.xml (html)

#benpor
1মিশর: মিশর বিক্ষোভের দশম দিনে তাহরির স্কোয়ারে পাঁচজন নিহত হয়েছেEgito: Cinco mortos na Praça Tahrir; protestos entram no 10º dia
2এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ
3সারা মিশর জুড়ে মুবারক বিরোধী বিক্ষোভ আজ দশম দিনে পা দিয়েছে। কায়রোর তাহরির স্কোয়ার থেকে হতাহতের খবর আসছে।Este post é parte de nossa cobertura especial Protestos no Egito em 2011.
4সেখানে সরকারের ভাড়াটে গুণ্ডারা সারারাত ধরে প্রতিবাদকারীদের সাথে সংঘর্ষে লিপ্ত ছিল। গতকালের পূর্ব পর্যন্ত বিক্ষোভের কেন্দ্রস্থল তাহরির স্কোয়ার ছিল লক্ষ লক্ষ লোকের শান্তিপূর্ণ এক এলাকা।As manifestações anti-Mubarak continuam pelo décimo dia seguido em todo o Egito e começam a surgir relatos angustiantes de mortos e feridos na Praça Tahrir, no Cairo, onde capangas pagos pelo governo entraram em choque contra os manifestantes a noite toda.
5প্রায় ত্রিশ লক্ষ লোকের মিছিলের স্থানটিকে এখন এক যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করা হচ্ছে। মুবারক চলে না যাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা তাদের অবস্থান থেকে নড়বে না।A Praça Tahrir, o epicentro da pacífica Marcha do Milhão que contou com cerca de 3 milhões de pessoas na terça-feira, está sendo descrita agora como um campo de batalhas.
6তাই সেখানে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র তৈরী করে স্বেচ্ছাসেবী ডাক্তার ও নার্সরা আহতদের সেবা দিচ্ছে। @ট্রাভেলারডাব্লিউ তাহরির স্কোয়ারে রয়েছেন এবং টুইট করেছেন:Um posto médico improvisado foi aberto, com médicos e enfermeiros voluntários tratando os feridos - enquanto os manifestantes insistem em continuar lá até que o presidente Mubarak renuncie ao cargo.
7তাহরির নামক এক যুদ্ধক্ষেত্রের মধ্যে দিয়ে হাঁটছি।@TravellerW tuita diretamente da Praça Tahrir:
8অনেক আহত ব্যক্তি এখানে কাতরাচ্ছে।Andando pelo campo de batalha na tahrir.
9সবার আত্মবিশ্বাস এখন তুঙ্গে।Quantidade incrível de feridos.
10সত্যিকার অর্থেই যেন “এক প্রতিরোধ”। #মিশর#জান২৫Estado de espírito impressionantemente elevado.
11এখানে আজকের দিনের শুরুর কিছু প্রতিক্রিয়া আছে।É realmente “La Resistance”!
12এই সমস্ত প্রতিক্রিয়া আরবী ভাষায় লিখিত, এবং কিছুক্ষণের মধ্যেই এগুলোর অনুবাদ করা হচ্ছে।
13শীঘ্র ফিরে আসুন।#Egypt #jan25
14@এডামকারি: তাহরির-এলাকায় গুলি চলছে।Veja mais reações do início do dia:
15গাড়িগুলো অক্টোবর ৬ নামক সেতুর দিকে ফিরে যাচ্ছে। বিশ্বাসই করতে পারছি না, এলাকাটি এতটা যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে।@adamakary: Os tiros continuam em tahrir, os carros voltam na ponte 6 de Outubro, não consigo acreditar na zona de guerra na qual esse lugar se transformou.
16@এহচেরিফ:@EhCherif reporta em árabe:
17বন্দুকধারীদের ছোঁড়া গুলিতে এ পর্যন্ত পাঁচজন নিরস্ত্র বিক্ষোভকারী মারা গিয়েছে ।Tiros disparados pelos mesmos franco-atiradores que já mataram cinco manifestantes desarmados até agora.
18আপনি কি এর থেকে বেশী (অমানবিকতা) কখনো দেখেছেন কি?Já viu algo mais (desumano) que isso?
19@মানাল: গতরাতের নির্মম যুদ্ধে অনেকে মারা যাবার পর আমরা নতুন একটি দিনকে এই আওয়াজে স্বাগত জানালাম যে: জনতা খুনীর বিচার চায়। #জান২৫@manal: Depois dos embates brutais de ontem a noite onde muitos morreram, damos bom dia com esse salmo: O povo quer processar os assassinos #jan25
20@আনাসআলাউয়ু: তাহরির স্কোয়ারের ভেতর থেকে মোনা সেইফ নামের একজন মিশরীয় একটিভিস্টের, একটি হৃদয়বিদারক সাক্ষাৎকার- http://www.youtube.com/watch?@AnasAlaoui: Uma entrevista de partir coração - ativista egípcia Mona Seif direto da Praça Tahrir http://www.youtube.com/watch?
21v=LSBJwsjakcg-এখানে রয়েছে।v=LSBJwsjakcg
22@আলা: তাহরির স্কোয়ার থেকে বেশ কিছুটা দূরে গিয়ে খাওয়া সারছি এবং বিশ্রাম নিচ্ছি।
23সেই সব বন্দুকধারীরা এখনো বিপ্লবীদের লক্ষ্য করে গুলি করছে। এ পর্যন্ত ৫ জন বন্দুকের গুলিতে নিহত হয়েছে।@alaa: comendo e descansando longe da praça tahrir, os pistoleiros ainda estão soltos atirando nos revolucionários, 5 [mortos] por tiros até agora.
24#জান২৫#Jan25
25@দিমা_খাতিব: আল জাজিরা কেবলই তাহরির স্কোয়ারে এক ডাক্তারকে দেখালো। তিনি নিজেকে আর ধরে রাখতে পারেননি।@Dima_Khatib: Um médico na Praça Tahrir entrou no ar na Al Jazeera, não conseguia se controlar.
26কেবলই কেঁদেই চলছেন।Chorava sem parar!
27#জান২৫#মিশর#jan25 #egypt
28@আজিজাসামি: মুবারক, নাসের বা সাদাতের মত কোন যুদ্ধই করেনি, কারণ তার না আছে কোন রাজনৈতিক দর্শন এবং শত্রু, কেবল তার নিজের জনগণ তার শত্রু। #মিশর@AzizaSami: Mubarak não entrou em nenhuma guerra, ao contrário de Nasser ou Sadat, uma vez que é homem sem visão política ou inimigos - tirando seu próprio povo #Egypt
29@মোনেইমপ্রেস:@moneimpress
30মিশরীয় প্রচার মাধ্যমের প্রতি: যার দিন ঘনিয়ে এসেছে, এমন এক স্বৈরশাসককে সমর্থন করা বন্ধ করুন।Para a imprensa egípcia: Parem de apoiar um tirano que está de saída.
31দ্রুত জনতার পক্ষে চলে আসুন।Fiquem do lado do povo logo.
32আমরা আপনাদের দায়ি করবো না (মুবারককে সমর্থন করার জন্য)Não responsabilizaremos vocês (por ter ficado do lado de Mubarak)
33@আইআবুহেসাম:@IAbuhesham:
34যারা তাহরির স্কোয়ারে আহত হয়েছে তারা অ্যাম্বুলেন্সে করে এলাকা ত্যাগ করতে অস্বীকার করছে এবং তারা সেখানে থেকে যেতে আগ্রহ প্রকাশ করছে।Os feridos na Praça Tahrir recusam-se deixar o local em ambulâncias e insistem em continuar na praça.
35তারা বিশ্বাস করছে যে এটা শুভ এক লক্ষণ।Acreditam que seja um presságio sagrado.
36@দিনা_আদেল: #মিশরের রক্তদাতা দরকার।#Egito Procura-se doadores de sangue.
37আপনি যদি পারেন তবে অনুগ্রহ করে রাসালা অঞ্চলের মাদি, মোহান্দেসিন ও হেলিওপোলিস এলাকার থামুন (রাত ১০টা- রাত ৩টা) অথবা ০১৪৭৮৭২১৬০ নম্বরে ফোন করুন ।Se puder, passe na Resala em Maadi, Mohandessin ou Heliopolis (10h-15h) ou ligue para 0147872160
38@ইয়া৭ইউ৭: @জাস্টআমিরা, খাবার ফুরিয়ে গিয়েছে এমন ৪,০০০ পরিবারের জন্যে কিছু লোক খাবারের ব্যবস্থা করেছে।@ya7you7: @JustAmira Algumas pessoas estão organizando marmitas para 4.000 famílias que estão sem comida.
39যোগাযোগ করুন, এই সব নম্বরে, মোস্তফা ০১০৩৭৭৮৫৮৫, মারওয়া ০১০০০৫৭৫৭৯ …Ligue para Mostafa 0103778585, Marwa 0100057579… Cont.
40@ইয়া৭ইউ৭: @জাস্টআমিরা রাত তিনটার ক্ষেত্রে…যোগাযোগ করুন,,, আয়া ০১০৭০৩০৯০৩, দিনা ০১২৩৩৩৭৮১৫।@ya7you7: @JustAmira Cont sobre marmitas, Aya 0107030903, Dina 0123337815.
41দয়া করে খবরটি ছড়িয়ে দিন।Espalhe.
42#মিশর #জান২৫#Egypt #jan25
43@খাজেলটন: সিএনএনের বেন ওয়েডেম্যান [বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তপাত] “রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়” #জান২৫#মিশর@khazelton: Ben Wedeman da CNN [A violência contra manifestantes] “é patrocinada pelo estado” #jan25 #Egypt
44@হাবিব: কি কঠিন স্বীকারোক্তি, “মুবারকের পক্ষে মিছিলে যাবার জন্য পুলিশ আমাকে টাকা দিতে চেয়েছে” http://t.co/H88C1Br,@আলিভিয়েনইজিপ্ট-এর মাধ্যমে আরটি @ স্পিক২ (টু)টুইট@habibh: UAU! Confissão importante “A polícia me ofereceu dinheiro para participar de protestos pró-Mubarak” http://t.co/H88C1Br via @aliveinegypt RT @speak2tweet
45@ওয়েড্যাডি: আরটি @বেনসিএনএন: কায়রোতে কানাঘুষা শুনতে পাচ্ছি, “মিশরীয় সেনাবাহিনী হয়তো রাষ্ট্রপতি পরিবর্তন করবে, কিন্তু কখনো শাসন পদ্ধতি পরিবর্তন করবে না, তারা কখনো বেসামরিক শাসন মেনে নিবে না“ #জান২৫@weddady: RT @bencnn: Ouvi em Cairo “Militares no #Egito podem substituir o presidente, mas nunca o regime, nunca aceitariam governo do povo” #Jan25
46@ফিরাস_এ্যাট্রাকচি: যা বেরিয়ে আসছে, তাতে ১০ম দিনেও আমি আতঙ্কিত #মিশর#কায়রো#জান২৫@Firas_Atraqchi: Dia 10 e não estou nem um pouco menos chocado com o que está acontecendo no #egito #cairo #jan25
47@শ্যাম্পংগো:@shmpOngO:
48সকল আরব মুসলিম এবং খ্রিস্টান, সুন্নি এবং শিয়া, প্রোটেস্টান্ট, আরমেন এবং অর্থোডক্স, উঠে দাঁড়ান এবং প্রার্থনা করুন।Todos os árabes, muçulmanos e cristãos, sunitas e xiitas, protestantes, Armen e ortodoxos, comecem a rezar.
49স্রষ্টার কাছে দোয়া করুন যেন তিনি তাহরির স্কোয়ারের যারা রয়েছে, তাদের রক্ষা করেন।Peçam a Deus que protejam aqueles na Praça Tahrir.
50@এইচ_ঈদ: আমরা সেখানে যেসব দস্যুদের মারতে গিয়েছি আজ আপনারা তাদের শ তিনেকের বেশী মাথা ফাটতে বা হাত ভাঙ্গতে দেখেছেন।@H_Eid: Hoje vocês viram mais de 300 pessoas com ferimentos na cabeça e pernas quebradas, os capangas vieram para matar
51@ট্রেলাএলবি: আমাদের #মিশরে আহতদের চিকিৎসা সহায়তা দিতে সাহায্য করুন অনুগ্রহপূর্বক www.stop404.org দেখুন।@TrellaLB: NOS AJUDE A DAR ASSISTÊNCIA MÉDICA AOS FERIDOS NO #Egypt - acesse www.stop404.org
52@কিমো৭৯: এটা যেমন মিশরীয়, তেমনি আরবদের বিপ্লব।@kimo79: Essa é tanto uma revolução para todos os árabes quanto o é para o povo egípcio.
53আমরা যেখানেই থাকি না কেন, আগামীকাল আমাদের রাস্তায় নামা উচিৎ।A gente precisa ir às ruas amanhã, seja onde for.
54#জান২৫#jan25