Sentence alignment for gv-ben-20110917-19601.xml (html) - gv-por-20110619-20941.xml (html)

#benpor
1পেরু: জেনেটিক্যালি মডিফাইড খামার নিয়ে বিতর্ক বৃদ্ধি পাচ্ছেPeru: Cresce o Debate sobre Agricultura Geneticamente Modificada
2এই প্রতিবেদনটি আমাদের বিশ্ব উন্নয়ন ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশO milho é uma das sementes geneticamente modificadas mais utilizadas no mundo (Foto: Peter Blanchard/FLickr, Licença CC BY-SA 2.0)
3পৃথিবীব্যাপী জেনেটিক্যালি মডিফাইড বীজ হিসাবে ভুট্টার ব্যবহার অন্যতম (ফটো: পিটার ব্ল্যাঙ্কচার্ড/ ফ্লিকার, লাইসেন্সিয়া সিসি বিওয়াই-এসএ ২.
4০) [নোট: সব লিংকের তথ্য স্প্যানিশ ভাষায়][Nota: Todos os links são em espanhol]
5পেরুতে ১৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত জেনেটিক্যালি মডিফাইড (জিএম) বীজ আমদানির অনুমতি সংক্রান্ত সনদ ০০৩ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম (জিএমও) ব্যাপকভাবে ব্যবহারের পক্ষের লোকজন এবং দেশের জীববৈচিত্র ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই আশংকায় এর বিপক্ষ শিবিরের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে।No Peru, a assinatura oficial do Decreto 003 no dia 15 de abril, que permite a importação de sementes geneticamente modificadas, continua a gerar debate entre aqueles que são a favor do uso generalizado de organismos geneticamente modificados (OGMs) e aqueles que receiam ser prejudicial à biodiversidade do país e à saúde da população.
6অধিকন্তু, জিএম বীজ অনুমোদনের পক্ষে কিছু বিশেষজ্ঞ এ বীজের বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম কৃষি বর্জ্য সৃষ্টি করবে এই মর্মে অভিমত ব্যক্ত করেছেন, অন্যদিকে জিএম ফসল থেকে উৎপাদিত খাদ্য অক্ষতিকর হিসাবে বিবেচনা করাকে সন্দেহ প্রকাশ করেছেন এবং জিএম ফসলের পরাগ রেণু জংলী ও দেশীয় ফসলকে পর পরাগায়িত করার সম্ভাবনা উচ্চ এই মর্মে জনগণকে সর্তক করেছেন, ফলে স্থানীয় গোষ্ঠীগুলোর সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদের অংশবিশেষ প্রচলিত ফসল ও ফলের প্রজাতির একমুখী পরিবর্তন ঘটছে।Apesar da opinião de alguns especialistas, favoráveis às sementes GM (geneticamente modificadas), que tentam se justificar com o argumento de que a resistência e as características das sementes irão gerar menos resíduo agrícola, outros levantam dúvidas quanto à suposta inocuidade dos alimentos produzidos em lavouras GM e alertam o público sobre a grande probabilidade de que o pólen originário de lavouras geneticamente modificadas farão polinização cruzada com cultivos selvagens e nativos, causando, desta maneira, alterações irreversíveis às espécies tradicionais de plantas e frutas que constituem parte da riqueza cultural e natural das comunidades locais.
7জনপ্রিয় পেরুভিয়ান পাচক গ্যাষ্টন একুরিও নিশ্চিত যে, জিএম খাবার পেরুভিয়ান জীববৈচিত্রের জন্য হুমকি স্বরূপ।O popular chef peruano Gastón Acurio está convencido de que alimentos geneticamente modificados se apresentam como uma ameaça à biodiversidade peruana.
8একুরিও তথাকথিত অর্থনৈতিক কারণে সুপারিশকারী দল যারা সনদ ০০৩ অনুমোদনের জন্য প্রচারণা করেছিল, তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং বর্তমানে ঐ সমস্ত [গুটিকতক] ব্যক্তির নয় বরং পেরুর স্বার্থের অগ্রাধিকারের বিষয়ে অভিমত ব্যক্ত করেছেন।Acurio chama a atenção para os interesses econômicos dos grupos de pressão que fizeram campanha para a aprovação do Decreto 003, e está agora pedindo que os “interesses peruanos sejam priorizados e não aqueles de [uns poucos] indivíduos”.
9এই বিষয়টি ভূতপূর্ব কৃষি মন্ত্রী, রাফায়েল কুভেদো, এর পদত্যাগ তরান্বিত করে যখন প্রকাশ পায় তিনি এমন একটি কোম্পানির সিনিয়র এক্সিউটিভ যা জিএম উৎপাদ ব্যবহার করছে, যখন এটি সাংবাদিক জ্যাকি ফক্স তার ব্লগ নোটাস ডেস্ড লিনোভো তে বিশেষভাবে উল্লেখ করেন।A questão ensejou a exoneração do então Ministro da Agricultura, Rafael Quevedo, depois da revelação de que ele ocupava o cargo de executivo sênior de uma companhia que utiliza produtos geneticamente modificados, como posto em evidência pela jornalista Jackie Fowks no blog Notas desde Lenovo.
10যদিও পেরুতে জেনেটিক্যালি মডিফাইড শস্য উৎপাদনের জন্য একনিষ্ঠ কর্মী কুভেদো এই অভিযোগ অস্বীকার করেন।Embora Quevedo tenha negado esta alegação, ele era um firme defensor do cultivo de lavouras geneticamente modificadas no Peru.
11তদুপরি, তার উপদেষ্টাদের একজন, জিএম বীজ বিপননকারী কোম্পানির কর্ণধার আলেকজান্ডার গ্রোবম্যানকে বর্তমান মন্ত্রী জর্জ ভিলাসান্তে অতিসম্প্রতি অপসারণ করেন।Além disto, um de seus conselheiros, Alexander Grobman, era proprietário de companhias que comercializavam sementes GM e foi recentemente exonerado pelo ministro responsável, Jorge Villasante.
12হ্যানকো পরিবারের সাথে সেফ গ্যাষ্টন একুরিও।Chef Gastón Acurio posa para uma foto com a família Hancco.
13এই কৃষি পরিবারটি ২০০ জাতের আলু তাদের ৫০০০ বর্গমিটার জমিতে উৎপাদন করেন।A família agricultora cultiva 200 variedades de batatas em sua terra de 5.000 m2.
14(ছবি: গ্যাসটোন একুরিও ফেসবুক ফ্যান পেজ)(Foto: Gastón Acurio Facebook Fan Page)
15একইসঙ্গে পরিবেশ মন্ত্রী এনটোনিও ব্রাক এগ জাতিকে স্মরণ করতে বলেন যে, ৬৫% পেরুর কৃষি দেশের জীববৈচিত্রের উপর নির্ভরশীল, রপ্তানীযোগ্য উৎপাদন ও পর্যটন খাত থেকে বছরে ৮ বিলিয়ন ডলার আসে।Ao mesmo tempo, o Ministro do Meio Ambiente, Antonio Brack Egg, lembra a nação que algo em torno de 65% da agricultura peruana depende da biodiversidade existente no país, na medida em que a exportação de produtos nacionais e os fundos gerados a partir do turismo passam de 8 bilhões ao ano.
16পেরুতে, পশুখাদ্য অথবা খাদ্যে মিশ্রণের জন্য যেমন তেল অথবা সয়া মিল্ক এ ব্যবহারের জন্য জিএম ভুট্টা ও সয়াবিন আমদানির অনুমতি দেয়া হয়।No Peru, a importação de milho e soja geneticamente modificados só é permitida se esses produtos se destinam à alimentação animal ou a ser adicionado a alimentos tais como óleo ou leite de soja.
17হিসাব করে দেখা গেছে যে, একজন পেরুবাসী বছরে ৬৩ কেজি জিএম ভুট্টা খান।Calcula-se que cada peruano consuma 63kg de milho GM por ano.
18এটি সত্য যে, পেরুর আইন খাদ্য পণ্যের লেবেলে কি তথ্য থাকবে, তা নিয়ন্ত্রণ করে না, বিশেষত খাদ্য পণ্যে জেনেটিক্যালি মডিফাইড উৎপাদ অতিরিক্ত সমস্যার সৃষ্টি করে কি না।O fato de que as leis peruanas ainda não tenham regulamentado as informações fornecidas nos rótulos dos alimentos no que se refere ao uso de produtos genéticamente modificados representa um problema adicional.
19বিভিন্ন আঞ্চলিক সংগঠন সনদ ০০৩ স্থগিত করার দাবী তুলেছে।Muitas organizações regionais estão exigindo uma moratória para o Decreto 003.
20কৃষিমন্ত্রীর মতে, প্রস্তাবিত স্থগিত করণ পাঁচ বছরের জন্য হওয়া উচিত, এই লক্ষ্যে যে, এই ইস্যুতে জাতীয় ঐকমতে পৌঁছানোর লক্ষ্যে বৃহত্তর জনগণের মধ্যে মতামত গ্রহণ করা এবং জিএম বীজ চাষাবাদ সম্পর্কিত বিষয়ে পেরুবাসীকে অবহিত করা।De acordo com o Ministro da Agricultura, a moratória deverá permanecer pelo período de cinco anos, com vistas a promover maior envolvimento da população em debates públicos e, assim sendo, informar os peruanos de todas as implicações associadas com a plantação e o cultivo de sementes GM, com o objetivo de alcançar um consenso para esta questão.
21পেরুর কৃষির জাতীয় কনভেনশন, বিশেষজ্ঞ, খাদ্য পরামর্শক এবং নাগরিক সংগঠন এই সনদ স্থগিতের পরিবর্তে অবিলম্বে বাতিলের দাবী জানিয়েছে।A partir da Convenção Nacional para a Agricultura Peruana, estudiosos, especialistas em alimentação e organizações cidadãs não estão pedindo uma moratória, mas sim a rejeição imediata ao Decreto.
22স্থানীয় আলুর জাতসহ অন্যান্য কৃষিপণ্য সংরক্ষণের জন্য বেশকিছু স্থানীয় সরকার (কাহামার্কা, হুয়ানুকো, কুসকো, আয়াকুচো, সান মার্টিন, ল্যামবায়িকে এবং লিমা মেট্রোপলিটানা) ”জিএম মুক্ত” অধ্যাদেশ তৈরি করেছে।Vários governos locais (Cajamarca, Huánuco, Cusco, Ayacucho, San Martín, Lambayeque e a região metropolitana de Lima) até mesmo redigiram portarias, proclamando-se oficialmente “Livres de GM”, com a esperança de proteger as diferentes variedades de batatas e outros produtos locais.
23স্থানীয় আলু।Batatas nativas.
24পেরুতে ৩০০০ জাতের আলু জন্মে।O Peru cultiva algo em torno de 3,000 variedades de batatas.
25(ফটো: ফুডকালচুরা/ফ্লিকার, লাইনেসসিয়া সিসি বিওয়াই-এনসি-এনডি ২.(Foto: FoodCultura/Flickr, licença CC BY-NC-ND 2.0)
26০) এই বিষয়ে মন্ত্রীদের প্রেসিডেন্সি কাউন্সিল বায়োসেফটি রেগুলেশনের প্রস্তাব সর্বশেষ ১ জুন, ২০১১ তারিখের মধ্যে এবং সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে মাল্টিসেক্টর কমিশন গঠন করেছেন।Neste mesmo assunto, a Presidência do Conselho de Ministros determinou que a Comissão Multisetorial, responsável por criar e encaminhar propostas para a regulação da biosegurança, deverá ter sido estabelecida até o dia 1º de Junho de 2011, o mais tardar, e está procurando divulgar um relatório dentro de no máximo 30 dias.
27এই বিতর্ক জনগণের মধ্যে অধিক গুরুত্ব পায়, যখন বিখ্যাত পাচক গ্যাষ্টন একুরিও এই বিষয়ে যুক্ত হন, আর তার ফেসবুক ওয়ালে তাকে নিবিড়ভাবে অনুসরণ করা হয়:O debate ganhou um significado ainda maior na esfera pública quando o famoso chef Gastón Acurio envolveu-se com o assunto, que acompanha de perto em seu mural do Facebook:
28আমরা জিএম উৎপাদের বিরুদ্ধে নই।Não somos contra os transgênicos.
29জিএম বীজ আমাদের কৃষিকে কলুষিত করতে পারে এবং যারা এই বীজ বিক্রয় করে, তারা তাদের তৈরিকৃত আইন আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, আমরা এর বিরুদ্ধে।Somos contra o fato de que as sementes transgênicas [geneticamente modificadas] podem vir a contaminar nossa agricultura, e são aquelas pessoas que vendem estas sementes que querem impor suas próprias regras a nós.
30পেরুর কৃষি বর্তমানে পৃথিবীতে স্বীকৃতি পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে।A agricultura peruana é e será sempre reconhecida pelo mundo afora.
31এই বিষয়ে গণসচেতনতার জন্য বিভিন্ন দিক তুলে ধরে পেরুর নেট নাগরিকরা কার্যকরী ভূমিকা পালন করছে।Os cidadãos peruanos da internet têm desempenhado um papel ativo nessa questão por meio de campanhas baseadas em diferentes perspectivas.
32পেরুতে জিএম ফার্মিং স্থাপনের কিছু ঝুঁকির বিষয়ে টাউসটোডো এর ব্লগে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে:Toustodo's Blog põe em evidência alguns dos riscos que podem resultar da implantação de fazendas GM no Peru:
33আমরা জানি এর পেছনে কি আছে, পরিবেশের উপর প্রভাবই হচ্ছে এর ফলাফল।Sabemos o que está por trás disto tudo, da mesma forma como sabemos as consequências que trarão para o meio ambiente.
34উন্নয়নের চাদরে অর্থনৈতিক আগ্রহ লুকায়িত থাকছে, বিশেষত যখন আমরা জানি, এই জাতীয় প্রযুক্তির প্রয়োগ পেরুকে এমন একটা বিপদজনক অবস্থার মধ্যে নিয়ে যাবে, যখন ৩. ৮১% জমি থাকবে কৃষিতে পুনঃ ব্যবহারযোগ্য এবং ৩৭% বনভূমি।O imenso interesse financeiro e econômico está sendo ocultado por trás do véu do progresso, principalmente quando sabemos que a implementação desta tecnologia iria arrastar o Peru para um estado da mais brutal ignorância quando conta somente com 3,81% do solo aptos ao cultivo limpo e 37% de solo florestal.
35টাউসটোডোতে আরও উল্লেখ করা হয়েছে:Toustodo continua: Há, portanto, duas alternativas.
36এক্ষেত্রে দুটি বিকল্প রয়েছে। প্রথমটি হচ্ছে, বন কেটে চাষযোগ্য জমি সৃষ্টি করা যদিও প্রতিবেশ, পরিবেশ এবং অর্থনৈতিক দিক থেকে এটি বিপদজনক।A primeira seria a de reduzir as florestas e converter a área assim obtida em terra cultivável, mesmo a custa do fato de se saber que são florestas; as consequências ecológicas, ambientais e econômicas seriam desastrosas.
37দ্বিতীয়টি হচ্ছে, গরীবদের কাছ থেকে জমি ক্রয় করা এবং এভাবে সামাজিক অস্থিরতা, বেকারত্ব, দারিদ্রতা প্রভৃতি সৃষ্টি করা।A segunda alternativa seria a de comprar terra dos pobres, gerando, assim, um caos social, desemprego, penúria…
38ফ্রান্সিসকো এসট্রাডা গুরুত্বসহ উল্লেখ করেছেন জিএম বীজের অনুমোদন প্রান্তিক চাষীদের জন্য বিপদজনক:Francisco Estrada coloca em evidência o fato de que a aprovação do uso de semente GM será uma ameaça para o pequeno agricultor:
39…এই ইস্যুর সবচেয়ে খারাপ দিকে যাওয়া যাক (…) জিএম বীজের প্যাটেন্ট রয়েছে।…Vamos analisar o ponto mais maligno da questão (…) As sementes GM têm uma patente.
40চাষীরা যে বীজ জন্মাতে চায়, তার জন্য তাকে প্রতিবার মূল্য পরিশোধে বাধ্য করা হয়।Significa dizer que os agricultores são obrigados a pagar pela semente cada vez que quiserem cultivá-la.
41ভুট্টার ১৫০টি জাত চাষযোগ্য করার জন্য কেচুয়া সংস্কৃতির বিশেষ অবদান রয়েছে।A cultura Quéchua é tida como responsável pela domesticação de aproximadamente 150 variedades de milho.
42(ছবি: ডাব্লিউএইচএল. ট্রাভেল/ফ্লিকার, সিসি বাই-এনসি-এসএ ২.(Foto: whl.travel/Flickr, Licença CC BY-NC-SA 2.0)
43০) এনা মারিয়া কুস্প তার ব্লগ, কিউয়িচিটায় উল্লেখ করেছেন যেহেতু গ্রামের চিরায়ত খাদ্য ও খামারের জন্য হুমকি সৃষ্টি করে, তাই জিএম শস্যের বিস্তার দারিদ্র, অপুষ্টি এবং সরকারী সহায়তার উপর অধিক পরিমাণে নির্ভরশীল করে তোলে।Em seu blog Kiwichita, Ana María Quispe chama atenção para o fato de que, devido a ameaça que traz à alimentação e ao cultivo tradicionais nos vilarejos, o aumento de lavouras geneticamente modificadas tornou-se a causa de pobreza, de subnutrição e de maior dependência em assistência do governo.
44কাডা প্লেটো এস উনা ফিয়েষ্টা ব্লগে আলবারটো এবং ক্যাথি সরাসরি দায়ী করেন সবচেয়ে বেশী জেনেটিক্যালি মডিফাইড বীজ উৎপাদনকারী কোম্পানি মনসান্টোকে এবং এই জাতীয় বীজ উৎপাদনের ফলে পরিবেশগত, পরিচ্ছন্নতা এবং অর্থনৈতিক সংকট যা এর সাথে যুক্ত বলে ধারনা করা হয়।Alberto e Kathy, do blog Cada Plato Es Una Fiesta, acusam diretamente a Monsanto - empresa considerada a maior produtora de sementes geneticamente modificadas do mundo - e fazem uma lista de outros perigos ambientais, sanitários e econômicos supostamente associados ao cultivo de tais sementes.
45এনটোনিও ভেলারডি তার ব্লগে উল্লেখ করেন যে জনস্বাস্থ্যের উপর ধারণাকৃত এসব ক্ষতিসমূহের ঝুঁকি এখনো পরীক্ষা করে দেখা হয় নি।Em seu blog, Antonio Velarde coloca em destaque o fato de que, entre estes supostos perigos, os riscos à saúde pública ainda não foram estudados:
46ব্যক্তিগতভাবে, আমি এই জাতীয় দ্রব্যাদি ব্যবহার করব না, এই দ্রব্যগুলি ব্যবহারের ফলে ব্যক্তি স্বাস্থ্যের উপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আমি অবগত নই (…) এটি অমর্যাদাকর যে প্রাকৃতিক ও সামুদ্রিক সম্পদের প্রাচুর্যময় স্থানে বাস করার পরেও, মন্ত্রী ও পেরুবাসী যারা কৃষি, মৎস্য ও খামারের সাথে জড়িত, তারা জানেন না এই প্রাকৃতিক সম্পদ কিভাবে রক্ষা করবেন এবং তার পরিবর্তে সমাধান হিসাবে এমন দ্রব্য আমদানি করা যা গবেষণাগারে উৎপন্ন এবং যার নিরাপত্তা সম্পর্কে আমরা অবগত নই।Pessoalmente, não consumiria estes produtos sobretudo por precaução, pois não tenho informação sobre os possíveis efeitos à saúde das pessoas que consomem estes produtos (…) É uma vergonha que, apesar de vivermos em uma região rica em recursos naturais e marinhos, nossos governantes e os peruanos que estão ligados à agricultura, agropecuária e pesca não saibam administrar estes recursos e, sendo assim, como alternativa, chegam à solução de importar produtos que foram cultivados em laboratório e sobre os quais não temos certeza de serem seguros. Redes sociais também estão envolvidas com a questão.
47সামাজিক নেটওয়ার্কসমূহ এই বিষয়ে যুক্ত।Existem páginas no Facebook dedicadas à questão, destinadas afazer oposição direta aos produtos GM.
48এই বিষয়ে উপর গুরুত্ব দিয়ে কিছু ফেসবুকের পেজ এমনভাবে তৈরি করা হয়েছে যা জিএম উৎপাদের সরাসরি বিরোধিতা করে।No Twitter, María Jiménez (@antitaurinahej) afirma: Não aos transgênicos no Peru, a não ser que o [Presidente] Alan Garcia coma-os todos http://tinyurl.com/3ejf3t3
49টুইটারে, মারিয়া জিমিনেজ (@antitaurinahej) লিখেছেন:Enquanto isto, Da Calmet (@ecoilora) diz:
50পেরুতে আর কোন জিএম উৎপাদ নয়।O.o recórcholis!!
51না হলে, (প্রেসিডেন্ট) এলান গার্সিয়ার সব খাওয়া উচিত http://tinyurl.com/3ejf3t3 ডা.En Huaral (INIA) se estarían preparando parcelas para cultivo de transgénicos http://bit.ly/kmyVo1 NO #transgénicos #perú
52ক্যালেট (@ecoilora) একইসঙ্গে বলেন:O.o caramba!!
53হে ঈশ্বর!! জিএম দ্রব্য উৎপাদনের জন্য হুয়ারেল এ (কৃষি প্রযুক্তি উদ্ভাবনের জাতীয় প্রতিষ্ঠান) জমি প্রস্তুত করা হয়েছে http://bit.ly/kmyVo1 NO #transgénicos #perúNo Huaral [o Instituto Nacional de Inovações na Agricultura], a terra está sendo preparada para o cultivo de produtos GM http://bit.ly/kmyVo1 NÃO #transgénicos #perú
54ফ্রান্সিসকো ড্রাকের্ম (@Drakerm) চিলিতে একই সমস্যার কথা উল্লেখ করেছেন:Francisco Drakerm (@Drakerm) se refere ao fato de que o mesmo problema está ocorrendo atualmente no Chile:
55পেরু জিএম কে না বলেছে জিএম বীজের বিরুদ্ধে যুদ্ধ চিলিতে ঘাটি গেড়েছে http://bbc.in/kdtqoLPERU DIZ NÃO AOS TRANSGÊNICOS A guerra contra as sementes transgênicas está ganhando terreno no Chile http://bbc.in/kdtqoL
56এই বিতর্ক পেরুতে সামাজিক নেটওয়ার্কসমূহে অগ্নি প্রজ্বলন করেছে এবং এটি নিশ্চিত যে, জুন মাসে আরও সংবাদ পাওয়া যাবে যখন এই বিষয়ের সরকারী কমিশন জৈব নিরাপত্তা রেগুলেশন পুনরায় নিরীক্ষা করবে এবং সংশোধনীর পরামর্শ প্রদান করবে।O debate continua a acender os ânimos nas redes sociais no Peru e é certo que haverá mais notícias em junho, quando a comissão governamental responsável pela questão iniciará a revisão e fará sugestões para uma modificação na regulação referente à biossegurança.