# | ben | por |
---|
1 | গিংগ্রিচের প্রতি আরব বিশ্ব: যদি প্যালেস্টাইনীরা বিশেষ ভাবে আবিস্কৃত কোন জাতি হয়, তাহলে আমেরিকানরা হল…… | Mundo Árabe a Gingrich: “Se os palestinos são um povo inventado, os americanos são…” |
2 | প্যালেস্টাইনীরা হচ্ছে এক “ইনভেনটেড” (উদ্ভাবিত) বা বিশেষ ভাবে তৈরি করা এমন এক জাতী, যারা ইজরায়েল নামক রাষ্ট্রের ধ্বংস চায়। | Os Palestinos são um povo “inventado” que querem destruir Israel, disse o candidato Republicano à presidência dos EUA Newt Gingrich [en]. |
3 | এই কথাগুলো উচ্চারণ করেছেন নিউট গিংগ্রিচ, যিনি এবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে রিপাবলিকান দলের পদপ্রার্থী। একটি ইহুদি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এই সব মন্তব্য করেন। | Seus comentários [en], em uma entrevista a um canal judeu de televisão, tem atraído ira e o ridículo de internautas em todo o mundo árabe. |
4 | তার এই মন্তব্য সারা আরব বিশ্বের নেট নাগরিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে এবং তারা এই মন্তব্যকে এক বিচিত্র মন্তব্য হিসেবে বিবেচনা করছে। | |
5 | টুইটারে, সৌদি নাগরিক মোহসেন আল মোহসেন তাঁর প্রতিক্রিয়া প্রদর্শন করেছেন: | No Twitter, o saudita Mohsen Al Mohsen reage: |
6 | @মলমোহসেন: নিউট গিংগ্রিচ, প্যালেস্টাইনীরা হচ্ছে “উদ্ভাবিত” এক জাতি [আর সাদা আমেরিকানরা হচ্ছে যুক্তরাষ্ট্রে আদি বসতি স্থাপনকারী জাতিগোষ্ঠী] | @MolMoHsen: Newt Gingrich: Os palestinos são um povo inventado [e os brancos americanos são os habitantes originais dos EUA, claro] |
7 | মিশরীয় নাগরিক জেইনোবিয়া তাঁর ব্লগ ইজিপশিয়ান ক্রনিকল-এ একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন, ভদ্রমহিলা লিখেছেন: | A egípcia Zeinobia, em seu blog blog Egyptian Chronicles [Crônicas Egípcias], compartilha um ponto de vista similar. Ela escreve [en]: |
8 | গিংগ্রিচের পরিমাপক এবং সংজ্ঞা অনুসারে বলতে গেলে বলতে হবে, আমেরিকার নাগরিকরা “উদ্ভাবিত” এক জাতি, আদতে যারা সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা একদল অভিবাসীর সন্তান। এরা ২০০ বছর আগে এখানে আসতে শুরু করে এবং সে সময় এই এলাকার অধিকারী এবং এখানে বাস করতে থাকা আদিবাসী ইন্ডিয়ানদের ভূমিতে বসবাস করতে শুরু করে!! | Pelos padrões e definições de Gingerish sobre o “povo inventado”, os americanos também o são, afinal eles são, no fim, um grupo de imigrantes que vieram de outra parte do globo para viver em uma terra que há 200 anos pertencia aos indígenas nativos!! |
9 | এভান হিল, আল জাজিরা ইংলিশ নামক টিভি চ্যানেলের অনলাইন পরিচালক, যে কাতারের দোহায় বাস করে, সে উল্লেখ করেছে: | Evan Hill, um produtor online da Al Jazeera em inglês, baseado em Doha, no Catar, nota: |
10 | @এভানচিল: আমি বিস্মিত, এখন গিংগ্রিচ হয়ত যুক্তি প্রদান করে যে ইরাকী, জর্দান, সিরিয়া এবং লেবাননের বাসিন্দারাও একই ভাবে “উদ্ভাবিত” নাগরিক। | @evanchill: Gostaria de saber se Gingrich diria que os iraquianos, jordanianos, sírios e libaneses são, de forma similar, apenas pessoas “inventadas” |
11 | এবং এন্থনি পারমাল, যে কিনা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাস করে, তিনি এই মন্তব্যের সাড়া দিয়েছেন: | E Anthony Permal, que vive em Dubai, nos Emirados Árabes Unidos, responde: |
12 | @এন্থনিপারমাল : প্রিয় গিংগ্রিচ, আপনি বলছেন যে প্যালস্টাইনীরা হচ্ছে একটা অস্তিত্বহীন জাতি। | @anthonypermal: Querido Gingrich, você diz que os #palestinos são um povo inventado. |
13 | বেশ, তাহলে জেনে রাখুন, ১৯৪৮ সালের আগে ইজরায়েল-এর কোন অস্তিত্ব ছিল না। | Bem, Israel não existia antes de 1948 também. |
14 | #জাস্টসেইং | #sódizendo |
15 | এদিকে মার্চ লিঞ্চ, যে কিনা কুয়েত ভ্রমণ করছে, সে কুয়েতের সংবাদপত্রের একটি প্রশ্ন তুলে ধরছে, যা আসলে সারা আরব বিশ্বের ক্ষমতার গলিতে এক অনিবার্য প্রশ্ন: | Enquanto isso, Marc Lynch, que está visitando o Kuwait, compartilha uma questão da imprensa do país que possivelmente será perguntada pelos corredores do poder em todo Mundo Árabe: |
16 | @আবুয়ার্দভার্ক:কুয়েতের সংবাদপত্র সমূহের প্রথম প্রশ্ন, কেন আমরা যুক্তরাষ্টকে বিশ্বাস করব, যেখান গিংগ্রিচ, প্যালেস্টাইনীদের অস্তিত্বকে অস্বীকার করেছে। | @abuaardvark:Primeira questão da imprensa do Kuwait: Como podemos confiar nos EUA quando Gingrich questiona a identidade palestina? |
17 | প্যালেস্টাইনের সেলিন, রসিকতা করেছে: | E Selin, um palestino, brinca: |
18 | @সেলিনটেলেক্ট: নিউট গিংগ্রিচের কি আদৌও কোন অস্তিত্ব আছে? | @Selintellect: Newt Gingrich realmente existe? |
19 | আমি বোঝাতে চাইছি, তার হিসেব মতে প্যালেস্টাইনের অস্তিত্ব এক উদ্ভাবিত বিষয়, তার নাম শুনে মনে হচ্ছে, তাকে হ্যারি পটারের বই থেকে আবিস্কার করা হয়েছে….. | Quero dizer, de acordo com ele os palestinos forma inventados. Seu nome me parece uma invenção de [do livro] Harry Potter… |
20 | নাসের আলী খাসাওয়ানেহ, যে কিনা সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাস করে, সে আগেই এক ভবিষ্যদ্বাণী করে ফেলেছে: | Nasser Ali Khasawneh,que vive em Dubai, previu mais cedo: |
21 | @নাসেরকে:যদি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল, নিউট গিংগ্রিচকে তাদের সেরা প্রার্থী হিসেবে উপস্থাপন করে, তাহলে কোন ধরনের প্রচারণা ছাড়াই নির্বাচনে ওবামার বিপুল বিজয় ঘটবে! ! | @Nasserak: Se Newt Gingrich é o melhor que o GOP [apelido do Partido Republicano] tem a oferecer, então Obama irá vencer a eleição com maioria de votos sem fazer campanha! |
22 | প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের, ৫৭তম নির্বাচনটি আগামী ৬ নভেম্বর ২০১২ সালে অনুষ্ঠিত হবে। | A 57ª eleição para presidnete dos Eustados Unidos acontecerá em 6 de novembro de 2012. |