Sentence alignment for gv-ben-20100129-9062.xml (html) - gv-por-20100125-5956.xml (html)

#benpor
1গাজায় সংঘটিত যু্দ্ধের উপর নির্মিত “টু শুট এন এলিফেন্ট” এর বিশ্বব্যাপি প্রদর্শন
2টু শুট এন এলিফেন্ট একটি তথ্যচিত্রের নাম।Projeção global do documentário sobre a Guerra de Gaza “To Shoot an Elephant”
3এটি তৈরি করেছে স্প্যানিশ নাগরিক আলবার্টো এরেস এবং প্যালেস্টাইনের মোহাম্মেদ রুজাইলাহ।
4এক বছর আগে গাজায় সংঘটিত যুদ্ধের উপর এই চলচ্চিত্র তৈরি করা হয়েছে।
5যুদ্ধের সমাপ্তির প্রখম বছর পূর্তি উপলক্ষে এই চলচ্চিত্র মুক্তি দেওয়া।
6ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে এই চলচ্চিত্রটিকে মুক্তি দেওয়া হয়।
7সারা বিশ্বে বিশেষভাবে এটিকে প্রদর্শন করা হয়। হিশাম, মরোক্কোর এক ব্লগার।To Shoot An Elephant é um documentário do espanhol Alberto Arce e do palestino Mohammad Rujailah, filmado em Gaza durante a guerra de um ano atrás.
8তিনি বর্তমানে ফ্রান্সে বাস করেন। তিনি তার ব্লগ দি মিররে এই চলচ্চিত্র নিয়ে লিখেছেন:Para marcar o primeiro aniversário do fim da guerra, o filme, lançado sob a licença Creative Commons, foi mostrado em uma exibição especial por todo o mundo.
9টু শুট এন এলিফেন্ট একটি তথ্যচিত্র যার নির্মাতা আলবার্টো এরেস এবং মোহাম্মদ রুজাইলাহ।
10ঠিক এক বছর আগে ইজরায়েল পরিচালিত অপারেশন কাস্টের সময়কার ঘটনা এটি।Hisham, um bloqueiro marroquino baseado na França, escreveu sobre o filme em seu blog the Mirror:
11সে সময় ইজরায়েল অবরুদ্ধ গাজা এলাকার লোকদের বিরুদ্ধে অভিযান চালায়।O título faz referência a um ensaio de George Orwell durante os anos em que ele serviu ao Império Britânico como um policial na Birmânia (Myanmar).
12ঘটনার সময় চলচ্চিত্রকার দুজন একদল বিদেশীর সাথে অবস্থান করছিল যারা প্যালেস্টাইন রেডক্রিসেন্টের এক এম্বুলেন্সে আটকা পড়ে যায়।
13২১ দিন ধরে এই অভিযান চলে।
14এই আক্রমণ শুরু হয় ২৭ ডিসেম্বরে ২০০৮-এ, তা শেষ হয় ১৮ জানুয়ারি, ২০০৯-এ। সে সময় বিরামহীনভাবে বোমাবর্ষণ চলছিল।Orwell foi testemunha dos horrores do regime imperial, o absurdo assassino que ele implica, o nível de sentimentos primários de injustiça que invariavelmente se transformam em ódio, ainda se mantém até hoje.
15শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, উদ্ধারকর্মী সবার উপর ক্রমাগত গুলিবর্ষণ চলছে- জনসাধারণের বাসস্থান, হাসপাতাল, এম্বুলেন্স, স্কুল, মসজিদ, জাতিসংঘ সদর দপ্তর সব জায়গায় বোমা বর্ষণ করা হয়েছে।
16এই সব ঘটনায় ১৪০০ ফিলিস্তিনি মারা যায়। প্রায় এর সকলেই ছিল সাধারণ নাগরিক।Os ativistas estrangeiros que participam do documentário incluem o italiano Vittorio Arrigoni que bloga no Guerrilla Radio [it], a canadense Eva Bartlett, e a britânica Ewa Jasiewicz.
17একই সাথে ১৩ জন ইজরায়েলী সেনা নিহত হয়। এই ঘটনা সমাপ্তির এক বছরপূর্তি উপলক্ষে সারা বিশ্বে এই চলচ্চিত্রটিকে দেখানো হয়।Disponível para visualização em diferentes locais online, no YouTube ele pode ser visto em partes separadas; aqui está a primeira [en]: O filme também foi divulgado no Second Life, o mundo virtual 3D.
18এই তথ্যচিত্রের শিরোনাম নেওয়া হয়েছে ব্রিটিশ ব্রিটিশ লেখক জর্জ অরওয়েলের লেখনী থেকে।
19জর্জ অরওয়েলে ব্রিটিশ শাসিত বার্মায় এক পুলিশ কমকর্তা ছিলেন।
20তিনি সাম্রাজ্যবাদী শাসনের ভয়াবহ দিকটি সরাসরি প্রত্যক্ষ করেছেন।
21উপনিবেশে যে সমস্ত খুনের ঘটনা ঘটেছিল, তিনি তার সাথে জড়িয়ে পড়েছিলেন, এ সব অন্যায়ের ক্ষেত্রে যে মানবিক অনুভূতি তৈরি হয়েছিল তা ক্রমাগত এক ঘৃণায় রূপান্তরিত হয়ে পড়ে।
22আজও সেভাবে সবকিছু চলছে।Hisham assistiu uma projeção de To Shoot An Elephant em Paris:
23বিদেশী যে সমস্ত এক্টিভিস্টকে এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে তাদের মধ্য রয়েছে ইতালীর নাগরিক ভিট্টরোও এরিওগনি। তিনি গেরিলা রেডিও-তে [ইতালী ভাষায়] ব্লগ করেন।As pessoas estão justificadamente comovidas pelas imagens vindas de áreas atingidas por desastres no mundo como o Haiti, atingido por um terrível terremoto, mas eu acho que a emoção é levada a um novo nível quando o desastre é tão conspicuamente feito pelo homem, injustificável (na verdade ilegal), e evitável.
24তার সাথে ছিলেন কানাডার ইভা বার্টলেট এবং ব্রিটেনের ইওয়া জেসিউইজিক।Um enorme sentimento de raiva junto com sentimentos de injustiça, impotência e choque fazem a experiência ainda mais atraente e cativante.
25অনলাইনের বিভিন্ন স্থানে এই চলচ্চিত্রটি দেখা যাবে।Eu, por exemplo, temia que o filme descambasse demais para a mera pornografia da morte e miséria.
26ইউটিউবে এই চলচ্চিত্রের ভিন্ন ভিন্ন কিছু অংশ দেখা যাবে।Eu também estava ansioso para ver se o filme terminaria pregando para os convertidos.
27এখানে প্রথম পর্বটি রয়েছে: এই ছবিটিকে সেকেন্ড লাইফেও প্রদর্শীত করা হচ্ছে, এটি থ্রিডি বা তৃতীয় মাত্রার এক জগৎ।Basicamente, é de um real, não formatado e descuidado testemunho sobre o que realmente acontece quando pessoas comuns são bombardeadas e coletivamente punidas, seja em Guernica, Varsóvia ou em Gaza.
28টু শট এন এলিফেন্ট যখন প্যারিসে দেখানো হয়, সেই প্রদর্শনীতে হিশাম উপস্থিত ছিলেন: এই ছবি যেন মুখে থাপ্পড় মারে।E embora, pelo bem da preservação da dignidade humana, eu talvez tenha alguma restrição sobre onde os limites de se filmar pessoas agonizando e corpos mortos devem estar, eu ainda quero acreditar que o filme respeitou o sofrimento das vítimas filmadas.
29বির্পযস্ত এলাকার যে ছবি প্রদর্শীত হয়, তাতে লোকেরা এক গ্রহণযোগ্য আচরণ করে-হাইতির মত ভূমিকম্প বিপর্যস্ত এলাকার যে সমস্ত ছবি তাতে এই অনুভূতি হয়।
30কিন্তু আমি ধারণা করি যখন বিপর্যয় মানুষের দ্বারা সৃষ্টি হয়, তখন আবেগ এক নতুন মাত্রা লাভ করে।
31তখন তাকে বিচার করা যায় না (আদতে তা অবৈধ) এবং বলা যেতে পারে এ ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব।
32উপচে পড়া এক রাগ এবং ন্যায়বিচার না পাওয়া, অসহায়ত্ব, এবং ধাক্কা খাওয়ার অনুভূতি আরো বেশি এর সাথে জড়িয়ে পড়ে এবং যুক্ত করে নেয়।
33আমি নিজে শঙ্কিত যে এই চলচ্চিত্র মৃত্যু এবং বেদনাকে নগ্নভাবে উপস্থাপন করছে।
34আমি উদ্বিগ্ন যে এই চলচ্চিত্র বদলে যাওয়া ব্যক্তিদের জন্য সততার বাণী দিয়ে না শেষ করা হয়।
35এর মধ্য যা রয়েছে তার সকল কিছু বাস্তব, তাকে নতুন করে বৈশিষ্টমণ্ডিত করা হয়নি, তাকে নতুন করে সাজানো হয়নি, এটি চাক্ষুস এক চিত্র।
36এটা বাস্তবেই ঘটে যখন সাধারণ লোকদের উপর বোমা মারা হয় বা সবাইকে শাস্তি দেওয়া হয়।
37এই ঘটনা গুয়ারনিকা, ওয়ারশ বা গাজায় একই ভাবে ঘটে।Na Jordânia, Raghda Butros twittou depois de ver o filme:
38যদিও মানব মর্যাদা রক্ষার খাতিরে আমি এই চলচ্চিত্র নিয়ে খানিকটা দ্বিধা দেখতে পাচ্ছি, যেখানে চলচ্চিত্রের সীমানা লোকজনকে উদ্বিগ্ন করে তোলে এবং মৃতদেহরা এখানে মিথ্যা কথা বলে।
39আমি এখনো বিশ্বাস করি, যে সমস্ত লোকের এই চলচ্চিত্রায়নের সময় আঘাতের শিকার হয়েছিল, এই চলচ্চিত্র তাদের সম্মান করেছে।
40জর্ডানের রাগদাহ বুট্রোস এই চলচ্চিত্রটি দেখার পর টুইট করেছে:
41টু শুট এন এলিফেন্ট দেখলাম।Acabei de ver "To Shoot an Elephant".
42সবাইকে দেখার অনুরোধ জানাবো।Veja, mas se prepare, dó na alma #Gaza #Palestina
43তবে এই ছবি দেখার সময় হৃদয় শক্ত করে রাখবেন, কারণ তা আত্মাকে আঘাত করে।