Sentence alignment for gv-ben-20080810-1115.xml (html) - gv-por-20080810-1200.xml (html)

#benpor
1জর্জিয়া: দক্ষিণ ওসেটিয়ার সাম্প্রতিক খবরGeórgia: Mais notícias do conflito na Ossétia do Sul
2দক্ষিণ ওসেটিয়া সংকটের বিস্তারিত ও তাজা খবরের জন্যে গ্লোবাল ভয়েসেস বিশেষ কাভারেজ পাতা দেখুন।Veja a página de cobertura especial [en] do Global Voices sobre a crise na Ossétia do Sul.
3স্থানীয় ও আন্তর্জাতিক প্রচার মাধ্যমে রিপোর্ট আসছে যে জর্জিয়ার কেন্দ্রে সংঘাত ছড়িয়ে পরেছে। বিচ্ছিন্নতাকামী প্রদেশ দক্ষিণ ওসেটিয়া নিয়ে রাশিয়ার সাথে সর্বশেষ সামরিক সংঘাত ক্রমান্বয়ে পূর্ণাঙ্গ যুদ্ধে রুপ নিচ্ছে।Com a imprensa local e internacional relatando que os combates se intensificaram na Geórgia, o último confronto militar com a Rússia na região separatista da Ossétia do Sul cada vez mais se assemelha a uma guerra.
4তিবলিসি থেকে উ ওয়েই রিপোর্ট করছেন যে জর্জিয়ার রাজধানী তিবলিসির ঠিক বাইরে অবস্থিত ভাজিয়ানী সামরিক স্থাপনাতে বোমা ফেলা হয়েছে।Wu Wei relata de Tbilisi [en] que a base militar de Vaziani, na periferia da capital da Geórgia, foi bombardeada.
5এটি বেশ অশুভ লক্ষণ:As evidências parecem de fato nefastas.
6আরও সংবাদে জানা গেছে যে রাশিয়ানরা তিবলিসির কাছে মারনেউলি বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত করেছে।Relatos dão conta de que os russos danificaram uma pista no aeroporto de Marneuli, perto de Tbilisi.
7আমরা ভাবছি জর্জিয়ার বিমানবাহিনী কি করছে।Nós nos perguntamos o que a força aérea da Geórgia está fazendo.
8কোন পক্ষই এখনও যুদ্ধ ঘোষণা করে নি এবং রাশিয়ানরা আক্রমণ করেই যাচ্ছে, তবে যখন সব কিছু বিবেচনা করা হয় তখন বোঝা যায় এটি যুদ্ধই বটে।Ninguém declarou guerra ainda, e os russos estão se safando, mas quando se coloca tudo isso junto, se parece muito com uma guerra.
9দেখা যাচ্ছে কয়েকজন সম্মানিত নেতা অগ্রসর হয়েছেন মধ্যস্ততা করতে, যেমন লিথুয়ারিয়ার রাষ্ট্রপতি এডামকাস।Parece que algumas personalidades de peso estão a caminho, como o Presidente da Lituânia Adamkas.
10তাদের দ্রুত পৌছানো হওয়া উচিৎ।É melhor que eles cheguem rápido.
11একই ব্লগ জানাচ্ছে যে বিভিন্ন দেশের দুতাবাস তাদের নাগরিকদের সরানোর উদ্যোগ নিচ্ছে।O mesmo blogue afirma que as Embaixadas estão se preparando para a possibilidade de que cidadãos precisem ser evacuados.
12তবে, তারা এখনো নিশ্চিত নয় যে এর প্রয়োজন হবে কি না:No entanto, ainda não é certeza se isso será necessário [en]:
13মনে হচ্ছে সেরকম কোন উদ্বাসন করা হলে আর্মেনিয়ার স্থলপথ ব্যবহার করা হবে।Parece que caso haja evacuação, será através da Armênia.
14আমাদের গ্রীক নাগরিকদের সেরকমই বলা হয়েছে।Os gregos disseram a mesma coisa.
15মনে হচ্ছে এ সপ্তাহের প্রারম্ভে সমস্ত দুতাবাসের এক সম্মিলনে এমনই সিদ্ধান্ত নেয়া হয়েছে।Parece que esse foi o acordo feito numa reunião de todas as embaixadas no início da semana.
16তবে, কেউ আশা করছে না যে এর প্রয়োজন হবে।Mas ninguém está à espera que isso seja necessário.
17আমি আগামী বৃহস্পতিবার লিথুয়ানিয়া ছাড়ছি এমনিতেই।Estou indo à Lituânia na próxima quinta-feira em todo o caso, para um fim de semana prolongado.
18আজ বিকেলে কুটনীতিকদের আরেকটি মিটিং ডাকা হয়েছে যেখানে রাশিয়ান ছাড়া অন্য সব দেশের কুটনীতিকরা গিয়েছেন।Uma nova reunião de diplomatas foi convocada para esta tarde onde todo mundo participará, menos os russos.
19এ ফিস্টফুল অফ ইউরোজ ব্লগ জর্জিয়ার এই পরিস্থিতি পর্যালোচনা করছে, তবে প্রশ্ন করছে যে রাশিয়া দক্ষিণ ওসেটিয়ার জন্যে এই যুদ্ধের ঝুঁকি নেবে কি না।O Fistful of Euros [Um punhado de Euros] examina a situação da Geórgia [en], mas também se pergunta se a Rússia arriscará entrar em guerra por causa da Ossétia do Sul.
20এটি আরও চিন্তা করছে তিবলিসি এই আক্রমণের জন্যে আমেরিকা ও ইউরোপের মৃদু সমর্থন পেয়েছে কি না:E também imagina se Tbilisi recebeu aprovação por parte da Europa e EUA para encaminhar as operações militares.
21প্রথমে, রাশিয়ার কর্ণধাররা কি করবে?Em primeiro lugar, o que a liderança da Rússia fará?
22তারা গত সপ্তাহে সংঘাতের তু্ঙ্গে জর্জিয়ার আকাশ সীমান্তে তাদের প্লেন চলার নির্দেশ দিয়েছিল এবং খবর এসেছে যে জর্জিয়ার শহর গোরি এবং কার্টভেলিতে একটি করে বোমা পরেছে।Ela estava disposta a ter aviões russos violando o espaço aéreo georgiano na semana passada durante o escalonamento, e há relatos que uma bomba caiu perto de Gori e outra em Kartveli, ambas cidades georgianas.
23তবে মনে হচ্ছে এটি একটি প্রতীকি আক্রমণ ছিল। তাদের যদি শহর দুটোয় বোমা মারার ইচ্ছা থাকতো তারা সানন্দেই তা করত।Por outro lado, parece se tratar apenas de um sinal - se os russos quisessem que as bombas caíssem em Gori e Kartveli, eles teriam conseguido isso na hora.
24রাশিয়া হয়ত পরিস্থিতি খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার জন্যে দায়ী তবে শাকাস্ভিলির সরকার জুয়া খেলছে এই ভেবে যে রাশিয়া হয়ত ৭০,০০০ দক্ষিণ ওসেটিয়াবাসীদের জন্যে এতবড় ঝুঁকি নেবে না।Claro que uma escalada pelo lado russo é possível, mas o governo de Saakashvili tem apostado que a Rússia não se abalará por causa de 70.000 sul-ossetianos.
25রাশিয়ার মুদ্রা (রুবল) এবং স্টক মার্কেট উভয়ই বড় পতন দেখেছে আজ, হয়ত এই অনিশ্চয়তামূলক পরিস্থিতির কারনে।Tanto o mercado acionário quanto a moeda russa ruble tiveram grandes quedas hoje, aparentemente por causa da teoria de que nunca se sabe sobre o escalonamento.
26দ্বিতীয়ত: আমেরিকান এবং ইউরোপীয়ানরা এখন কি করবে?Em segundo lugar, o que os americanos e a União Europeia vão fazer?
27(আমেরিকান) স্টেট ডিপার্টমেন্টের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা গত সপ্তাহে তিবলিসি সফর করেছিলেন, এবং আমি আশা করছি যে জর্জিয়ান কর্তৃপক্ষ তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে।Um membro sênior do Departamento de Estado esteve aqui em Tbilisi na semana passada, e eu imagino que o lado georgiano, pelo menos, certamente insinuou sobre o que está preparando.
28বর্তমান ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি হয়ত এটি অস্বীকার করবেন।Isso teria que ser negado, evidentemente, por causa da forma como essas coisas são.
29আমরা ধারনা করতে পারি যে আমেরিকানরা তাদের সাবধান করে নি।Podemos assumir que os americanos não os preveniram.
30জার্মানীর পররাষ্ট্র মন্ত্রীও এখানে এসেছিলেন আবখাজিয়া অঞ্চল সম্পর্কে আলোচনা করতে।O Ministro dos Negócios Estrangeiros da Alemanha também esteve aqui, com um plano para Abkhazia.
31মনে হয় না তাকে কিছু জানানো হয়েছিল, কিন্তু তার সফরের মূল কারন জর্জিয়ার একত্রীকরন এজেন্ডার পরবর্তী লক্ষ্যের (আবখাজিয়ার) দিকে আঙ্গুল দেখায়।É um pouco menos provável que ele tenha ficado por dentro, mas o assunto de sua visita aponta para o próximo item da agenda de reintegração.
32এই একই ব্লগ আরও রিপোর্ট করছে যে রাশিয়ার জেট বিমান জর্জিয়ার রাজধানীর (তিবলিসি) ধারে কাছে বোমা ফেলেছে। বিদ্যুৎ কিছু সময়ের জন্যে চলে গিয়েছিল এবং ইন্টারনেট কানেকশন এবং মোবাইল ফোন নেটওয়ার্ক বিপর্যস্ত হয়েছিল।O mesmo blog também relata que, embora os jatos russo tenham bombardeado alvos perto da capital georgiana, aconteceram apenas interrupções esporádicas em termos de cortes de electricidade, acesso à internet e comunicação celular.
33ওদিকে অন্যান্য ব্লগ, যেমন রয়টার্সের একটি, বিশ্লেষন করছে সেই সম্ভাবনা যে কসোভোর স্বাধীনতার সাথে এর সম্পর্ক আছে কি না।Entretanto, outros blogues, como um dos blogues da Reuters, examinaram a possibilidade de que uma ação militar estaria diretamente relacionada ao Kosovo [en]:
34দক্ষিণ ওসেটিয়ার এই সংঘাতের জন্যে কসোভো কি দায়ী?Seria Kosovo o culpado pelos combates na Ossétia do Sul?
35গত ফেব্রুয়ারীতে যখন সার্বিয়ার এই প্রদেশটি বেলগ্রেডের সাথে সম্পর্কে ছিন্ন করে স্বাধীন হয়, সাথে সাথেই দক্ষিণ ওসেটিয়া তার বিচ্ছিন্নতাবাদের আকাঙ্খার জন্যে আন্তর্জাতিক স্বীকৃতি চায়।
36বিচ্ছিন্নতাবাদী নেতা এডুয়ার্ড ককোতির এক মুখপাত্র রয়টার্সকে তখন জানিয়েছিলেন: “কসোভোর এই স্বাধীনতা আমাদের অধিকার আদায়ের আন্দোলনে আরও শক্তি এনে দিয়েছে”।Quando a província sérvia cortou relações com Belgrado, em fevereiro, a Ossétia do Sul foi rápida em reafirmar a sua própria reivindicação de reconhecimento internacional.
37তিবলিসিতে নিশ্চয়ই এটি শোনা গেছে এবং হয়ত জর্জিয়াকে প্রবৃত্ত করেছে দক্ষিণ ওসেটিয়ার উপর তাদের শাসন আরও শক্ত করতে।Como o porta-voz do líder separatista Eduard Kokoity disse à Reuters naquela altura: “O precedente do Kosovo tem nos conduzido a procurar mais ativamente os nossos direitos.”
38দ্য উইল টু একজিস্ট ব্লগ ও এই সিদ্ধান্তে পৌঁছেছে তবে বলছে যে দুই পরিস্থিতি এক নয়: দক্ষিণ ওসেটিয়া আরেকটি কসোভো হতে যাচ্ছে।Essas observações não passaram despercebidas em Tbilisi e podem muito bem ter acrescentado alguma urgência à vontade da Geórgia de impor suas regras sobre a separatista a Ossétia.
39৯৮-৯৯% ওসেটিয়াবাসী স্বাধীনতা চাইবে যদি একটি গণভোট চাওয়া হয়। কিন্তু দু:খজনকভাবে বিশ্বের বাস্তবতা এত সহজ নয়।O the will to exist [vontade de existir] também chega à mesma conclusão, mas diz que a situação não é a mesma:
40দক্ষিণ ওসেটিয়ার স্বাধীনতা আমেরিকার (কানাডা ও আমেরিকান সীমান্ত অবস্থিত ছোট) ভারমন্ট প্রদেশের স্বাধীনতা চাওয়ার সমতুল্য সুদুর ভবিষ্যতে এই অঞ্চল জর্জিয়া অথবা রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত হবে।
41আউটসাইড দ্যা বেল্টওয়েতে জেমস জয়নার তার লেখায় কসোভোর সাথে এর তুলনা করছেন এবং তিনি এতে উদ্বিগ্ন।A Ossétia do Sul é outro Kosovo a caminho.
42তিনি ভাবছেন ন্যাটোর এতে নাক গলানো ছাড়া উপায় থাকবে না:98-99% dos ossetianas querem independência caso você acredite nos resultados do referendo.
43এটি সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে আলাদা হওয়ার একটি প্রক্রিয়ায় রয়েছে।Infelizmente, essa não é a realidade do mundo.
44দক্ষিণ ওসেটিয়া জর্জিয়ার কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেছে ১৯৯০ এর দশকের প্রথম দিকেই এবং তার অধিকাংশ অঞ্চলের উপর তার স্বায়ত্বশাসন রয়েছে।
45জর্জিয়া বা আন্তর্জাতিক সম্প্রদায় কেউই এই বিচ্ছিন্নতাবাদ স্বীকার করে নি এবং রাশিয়া তাদের প্রতি সহানুভুতিশীল।Independência para a Ossétia do Sul não é mais provável que, digamos, Vermont se separando dos Estados Unidos.
46কসোভোর স্বাধীনতা ঘোষণার পরপরই উত্তেজনা ছড়িয়ে পরে।Ou a Geórgia ou a Rússia dominará o território num breve futuro.
47জর্জিয়ার উপর চাপ আসে ন্যাটোর সদস্যভূক্ত হবার জন্যে। রাশিয়া সাথে সাথেই দক্ষিণ ওসেটিয়া এবং অপর বিচ্ছিন্নতাকামী প্রদেশ আবখাজিয়াতে তার প্রভাব খাটানো শুরু করে।Escrevendo no Outside the Beltway [Do lado de fora da auto-estrada], James Joyner novamente traça paralelos com o Kosovo e se preocupa com a situação, indagando se a OTAN terá outra escolha, senão interferir [en].
48এখন মনে হচ্ছে রাশিয়া তার খেলাই খেলছে। কিছু মাস আগে বুখারেস্ট সামিটে জর্জিয়াকে ন্যাটোর সদস্যপদের প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো কাজেই রাশিয়ার বর্তমান আগ্রাসনকে উপেক্ষা করা চিন্তার বাইরে।[ …]Dado que a OTAN fez de tudo mas ignorou a prometida adesão da Geórgia em seu encontro em Bucareste há meros meses atrás, ignorar a movimentação da Rússia agora é impensável.
49পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে।A coisa está ficando feia, e rápido.