# | ben | por |
---|
1 | কাজাখস্তান: শিক্ষাঙ্গনে স্থবিরতা | Cazaquistão: Impasse educacional |
2 | কাজাখস্তানের সেকন্ডারি বা মাধ্যমিক স্কুলের পাঠ্যবই নিয়ে সমস্যা এখন খুবই গুরুত্বপুর্ণ অবস্থায় রয়ে গেছে- অজস্র ভুলপ্রিন্ট, ঘটনায় বা তথ্যে ভুল এবং প্রয়োগযোগ্য নয় এমন ভাষার ব্যবহার ওই সমস্ত বইয়ের চরিত্র। | O problema dos livros escolares do Cazaquistão ainda é muito urgente - inúmeras falhas de impressão, erros fatuais e linguagem inadequada são características desses livros. |
3 | পরে শিক্ষামন্ত্রী ক্ষমতাসীন দলকে এই ঘটনার বিবরণ জানান এবং তিনি বলেন যেহেতু এগুলো স্বাধীনভাবে প্রিন্টারদের ওখানে ছাপা হয়েছে, তাই তার মন্ত্রণালয় এ সব কাজের জন্য দায়ী নয়। | Recentemente, o ministro da Educação declarou ao partido governante sobre sua atuação e disse que o ministério não é responsável por eles, pois eles são reconhecidamente desenvolvidos pelas editoras. |
4 | কিন্ত নোট স্লাভাসে জানাচ্ছে আসলে তা সত্য নয়; তিনি স্মরণ করিয়ে দেন চার বছর আগে এই মন্ত্রণালয়ের অধীনে “পাঠ্যবই” গবেষনা কেন্দ্র গঠন করা হয়। | Isto não é verdade, destaca slavasay; ele lembra que há 4 anos o centro de pesquisa para o “livro escolar” foi criado sob aval do ministério. |
5 | তিনি মন্ত্রণালয়ের কাজের কিছু নমুনা উদাহরন হিসেবে তুলে দিয়েছেন [রাশিয়ান ভাষায়]: | Ele também dá um exemplo do trabalho do ministério [ru]: |
6 | “রাশিয়ান ভাষাশিক্ষা” নামের বইটির প্রচ্ছদেই দুইটি ভুল ছাপা রয়েছে, যার মধ্যে একটি ভুল শিরোনামে, আরেকটি লেখকের নামে। | A capa do livro escola de “Língua Russa” tem duas falhas de impressão no título e uma no nome. |
7 | কল্পনা করা কঠিন ভেতরে কতটা ভুল রয়েছে। | É difícil imaginar o que tem dentro. |
8 | মেগাখুইমিয়াক অনানুষ্ঠানিক সংবাদিকতা স্কুল ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে তার শিক্ষা দেবার অভিজ্ঞতা প্রকাশ করেছেন [রাশিয়ান ভাষায়]: | Megakhuimyak compartilha suas impressões depois da experiência de lecionar na escola informal de jornalismo e em uma instituição de educação superior [ru]: |
9 | উপসংহার: শিক্ষা পদ্ধতি ছোট আকারের পোস্ট গ্রাজুয়েট স্কুলের মাধ্যমে বাঁচানো সম্ভব, যারা এক বিশেষ বিষয়ের উপর জ্ঞান বিতরণ করে, যেখানে অভিজ্ঞ পেশাদাররা শিক্ষা দেয়। | Conclusão: O sistema educacional será salvo por pequenas escolas de pós-graduação, que fornecem conhecimento em uma especialidade e onde profissionais experientes estão ensinando. |
10 | যারা কর্মচারী নিয়োগ দেবে, তারা এখন বিশ্ববিদ্যালেয়র ডিপ্লোমার চেয়ে এ ধরনের সার্টিফিকেটের মুল্য দেবে। | Empregadores em breve respeitarão tais certificados mais do que os diplomas das universidades. |
11 | ইতিমধ্যে, সরকার স্কুলে বাধ্যতামুলক ড্রাগ টেস্ট বা নেশা জাতীয় বস্তু গ্রহণ পরীক্ষা বাধ্যতামুলক করতে যাচ্ছে - উদ্দেশ্য মহৎ, বাচ্চাদের স্বাস্থ্যর খেয়াল রাখা। | Enquanto isso, o governo considera a possibilidade de introduzir o teste obrigatório para detectar o uso de drogas nas escolas. O motivo é a boa intenção - cuidar da saúde das crianças. |
12 | ইটুসকেন দ্বিধান্বিত- যদি কারো ক্ষেত্রে ইতিবাচক ফল আসে তাহলে স্কুল তার সাথে পক্ষপাতমুলক আচরণ করতে পারে। এর বাইরে, এ ধরনের আবিস্কারের ক্ষেত্রে, সাধারণ শিশুর সাথে মিশতে তার আরো সমস্যা হবে [রাশিয়ান ভাষায়]: | Itsuken duvida - em caso do teste dar resultados positivos, que a criança sofrerá com preconceitos na escola; além disso, após tal descoberta, ele deveria se inclinar mais em favor da comunicação com crianças marginais [ru]: |
13 | এছাড়াও পুলিশ আজীবনের যে কোন নিষিদ্ধ বিষয় তার বিরুদ্ধে ব্যবহার করে যে কোন কিশোরকে বোকা বানাতে পারে। | E mais, a polícia será eterno discreditada se for tapeada por um adolescente. |
14 | এবং আমাদের স্বাস্থ্যসেবা পদ্ধতি অনেক জটিল, এর ফলে ব্যাপক রক্ত পরীক্ষা করতে গিয়ে একটা শিশু বেশ ভয় পেতে পারে। | E nosso sistema de saúde é tão dúbio que chega a ser bem assustador para deixar uma criança passar por um exame de sangue. |
15 | এটা অনেক ভালো হবে যদি এই সমস্ত টাকা শিশুদের স্বাভাবিক বিনোদনের জন্য ব্যবহার করা হয়। | Seria bem melhor gastar esses recursos para a organização do tempo ocioso das crianças. |
16 | এছাড়াও এটি নিউইউরোশিয়াতে ছাপা হয়েছে । | Também publicado em neweurasia. |