Sentence alignment for gv-ben-20080824-1153.xml (html) - gv-por-20080826-1235.xml (html)

#benpor
1আর্জেন্টিনা: বুয়েনোস আয়ার্সে ওয়েবলগ দিবস ২০০৮Argentina: Dia dos Weblogs 2008 em Buenos Aires
2ছবি: জর্জ গোবীFoto por Jorge Gobbi
3গত ২০শে আগস্ট বুয়েনোস আয়ার্সে তৃতীয় ডিয়া দো ওয়েবলগস (ওয়েবলগ দিবস) এর আয়োজন করা হয়। এটি অন্যবারের মতই পালার্মো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল।No dia 20 de agosto, a terceira edição do Dia de Weblogs [Es] foi realizada em Buenos Aires, e aconteceu, como em todos os outros anos, na Universidade Palermo.
4শুধুমাত্র ব্লগের মধ্যে সীমাবদ্ধ না থেকে এবার সেখানে বিতর্কের বেশ কটি বিষয় যোগ হয়েছিল।Desta vez, havia muitos tópicos em debate, que não se limitavam apenas a blogues.
5উদ্যোক্তা, প্রচার মাধ্যম এবং ইন্টারনেটের নতুন প্রকল্পগুলোও সেখানে আলোচিত হয়েছিল।Havia espaço para a discussão sobre empreendedores, mídia de massa e novos projetos na internet também.
6এই প্রোগ্রামের শেষ ভাগে ওয়েবের অনেক প্রকল্প উপস্থাপিত হয়েছিল এবং আমার সুযোগ হয়েছিল গ্লোবাল ভয়েসেস অনলাইন সম্পর্কে আলাপ করার এবং একে সবার কাছে পরিচিত করানোর।Durante a última parte da programação, muitos projetos relacionados à rede foram apresentados e eu tive a chance de falar sobre o Global Voices Online e sobre o que ele faz.
7ফেডেরিকো পিকোন অনুষ্ঠানগুলোর একটি সারসংক্ষেপ প্রকাশ করেছে (স্প্যানিশ ভাষায়) এবং সে তার ব্লগে বলেছে: “আর্জেন্টিনার ব্লগোস্ফিয়ারের আরেকটি স্বর্ণমুহূর্ত ছিল এটি যেখানে যাদের আপনি ৩২ X ৩২ পিক্সেল অবতারের মাধ্যমে চিনেন তাদের সামনাসামনি পেয়েছেন।Federico Picone fez um resumo do evento [Es], e ele diz em seu blogue: “Este foi outro momento da blogosfera argentina que nos ajudou a ver pessoalmente todas aquelas pessoas que só conhecíamos por seus avatares de 32×32 pixels, e onde a definição de ‘Rede Social' encontrou seu significado”.
8‘সামাজিক ওয়েব' এর সংজ্ঞাটির পুরো মানে যেন পাওয়া গেল সেখানে।”No PuntoGeek [Es], o tema do Global Voices também foi citado, e a participação foi até filmada (em espanhol).
9পুন্টোজিক ব্লগে (স্প্যানিশ ভাষায়), গ্লোবাল ভয়েসেস এর বিষয়টি তোলা হয়েছিল এবং এই পর্বটি ভিডিওতেও ধারণ করা হয়েছিল।
10এই সমাবেশের আরও বর্ণনা পাওয়া যাবে লা প্রপালাডোরা এবং টুটিডে ব্লগে (উভয়ই স্প্যানিশ ভাষায়)।Outras referências ao encontro podem ser encontradas no La Propaladora [Es] e no Tutiday [Es].
11ব্লকি ব্লগে তারা এই অনুষ্ঠানের সবচেয়ে “বাজে শব্দগুলোর” তালিকা করেছে।No Blocky [Es], eles fizeram uma lista das “frases mais chocantes” da jornada.
12আমি নিজে এই অনুষ্ঠানটি লাইভ ব্লগ করেছি, যা ইনফক্সিকাডোস এ প্রকাশিত হয়েছে।E eu também bloguei ao vivo do evento, o que foi publicado no Infoxicados [Es].
13এ অনুষ্ঠানে এবছরের বাকী সময়ে ওয়েব ২. ০ সংক্রান্ত আরও কর্মসূচীর ঘোষনা করা হয়েছে।Muitos eventos na Argentina relacionados a weblogs e à Web 2.0 foram anunciados para o resto do ano.
14যেমন বুয়েনোস আয়ার্সে উই মিডিয়া, বারক্যাম্প এবং স্টার্টমিআপ।Em Buenos Aires: WeMedia [Es], Barcamp e StartMeUp [Es].
15এছাড়াও ওয়েবলগ দিবস স্থানীয়ভাবেও পালন করা হবে মার ডেল প্লাটা এবং রোজারিও অঞ্চলে।Também serão realizadas edições regionais do Dia de Weblogs em Mar del Plata [Es] e Rosario [Es].
16সবশেষে আমরা ধন্যবাদ জানাতে চাই ম্যাটিয়াস ডুট্টো এবং ওয়েবলগ দিবসের অন্যান্য আয়োজকদেরও ধন্যবাদ জানাতে চাই গ্লোবাল ভয়েসেস অনলাইন সম্পর্কে জানানোর জন্যে আমাকে সুযোগ করে দেবার জন্যে।Por fim, nós gostaríamos de agradecer a Matías Punto e aos organizadores do Dia de Weblogs por nos dar espaço para espalhar a palavra sobre o Global Voices Online.