# | ben | por |
---|
1 | বেস্ট অফ দ্যা ব্লগস (ব্লগের মধ্যে সেরা) পুরস্কারের জন্যে মনোনয়ন | Candidaturas abertas para o prêmio ‘Best of the Blogs’ |
2 | বেশীর যে কোন স্থানে সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের জন্যে ব্লগিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং একই সাথে তথ্যেরও উৎস হয়ে দাঁড়িয়েছে। | Blogar se tornou um grande motivador de mudanças políticas e sociais em muitas partes do mundo, bem como uma fonte de informação. |
3 | এখানে গ্লোবাল ভয়েসেসে, আমরা বিশ্বের বিভিন্ন দেশের ও বিভিন্ন ভাষার ব্লগের মতামতকে তুলে ধরি বিশেষ করে প্রয়োজনীয় অনুবাদের মাধ্যমে। | Aqui no Global Voices, nós organizamos e divulgamos algumas destas vozes de blogueiros e as traduzimos em muitas línguas diferentes. |
4 | এই ব্লগার সমাজের অন্যতম লক্ষ্য হচ্ছে বিভিন্ন পরিপ্রেক্ষিতে মানুষের আকাঙ্খার প্রাচুর্যকে তুলে ধরা। | Um dos objetivos centrais da comunidade é promover uma cornucópia de perspectivas e aspirações. |
5 | এই কারণেই আমরা বেস্ট অফ দ্যা ব্লগস (ববস) পুরস্কারকে সমর্থন করি। | Por essa razão, apoiamos iniciativas como o prêmio Best of the Blogs [O Melhor dos Blogs, en]. |
6 | গত সাতই ডিসেম্বর, জার্মানীর ডয়েশে ভেলে ৬ষ্ঠ আন্তর্জাতিক বেস্ট অফ দ্যা ব্লগস (ব্লগের মধ্যে সেরা) পুরস্কার প্রতিযোগীতার উদ্বোধন করে। | No dia 7 de dezembro, a Deutsche Welle, na Alemanha, deu início ao sexto prêmio anual internacional Best of Blogs: O BOBs. |
7 | এবারে সাতটি ভাষার ব্লগকে মনোনীত করা যাবে। | Os blogs indicados serão classificados em onze categorias de línguas diferentes. |
8 | রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, রি:পাবলিকা ২০১০ (জার্মান), টিভি৫ (ফরাসী), আল আরাবীয়া (আরবী), এবং অন্যান্য অনেক সংগঠনের সাথে গ্লোবাল ভয়েসেস অনলাইন অফিশিয়াল পার্টনার হয়েছে এ বছর। | O Global Voices Online é um parceiro oficial ao lado de Repórteres Sem Fronteiras, re:publica: 2010 [de], TV5 [fr], Al Arabiya [ar], e muitos outros. |
9 | যে কেউ এখানে ব্লগের মনোনয়ন জমা দিতে পারবেন এবং তার জন্যে দরকার প্রথমে ববস ব্লগোপিডিয়াতে তা খোঁজা। যদি সেই ব্লগ ডাটাবেজে না থাকে তবে তা এখানে জমা দিতে হবে। | Qualquer pessoa interessada em nomear um blog deve procurar primeiro por ele na blogopedia do BOBs e submeter o blog de sua escolha no banco de dados da copetição, caso o mesmo já não esteja listado. |
10 | জুরীরা ব্লগগুলোর চুড়ান্ত মনোনয়ন দেবেন। | O júri selecionará os finalistas. |
11 | এই চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের মধ্য থেকে সেরাদের নির্বাচন করা হবে ১৫ই মার্চ ২০১০ থেকে ১৪ই এপ্রিল ২০১০ পর্যন্ত পাঠকদের ভোটের মাধ্যমে এবং জুরীদের ভোটের সমন্বয়ে। | Os vencedores serão selecionados a partir deste grupo de finalistas, entre 15 de março e 14 de abril através de uma combinação de votação on-line e da seleção do júri. |
12 | আগামী ১৫ই এপ্রিল ২০১০ সেরা ব্লগগুলোকে বার্লিনের রি:পাবলিকা ইন্টারনেট কনফারেন্সে ঘোষণা করা হবে। | Em 15 de abril, os blogs e podcasts vencedores serão anunciados na Conferência da Internet Re:publica em Berlim [de]. |
13 | ২০১০ সালের জুন মাসে বন শহরে অনুষ্ঠিতব্য ডয়েশে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরামে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। | A cerimônia acontecerá no Fórum Global de Mídia Deutsche Welle, em junho de 2010 em Bonn. |
14 | ব্লগারদের জন্যে ববস আরও বেশী পরিমাণ পাঠক আকর্ষণ করার একটি মাধ্যম, এবং সবচেয়ে সেরা প্রমাণ করার একটি সুযোগ। | Para os blogueiros, o BOBs é a oportunidade para conquistar um público mais amplo e ser nomeado um dos melhores blogueiros da Web. |
15 | এ পর্যন্ত ব্লগপিডিয়া ডাটাবেজে ১৫,৫৫৮টি নিবন্ধিত ব্লগ রয়েছে: | Até agora, existem 15.558 blogs registrados na blogopedia: |
16 | আমাদের ব্লগোপিডিয়া, ব্লগ, ভিডিওব্লগ এবং পডকাস্টের একটি আন্তর্জাতিক অনলাইন ক্যাটালগ। | A Blogopedia é o nosso catálogo online internacional de weblogs, podcasts e videoblogs. |
17 | খুঁজে পেতে সুবিধার জন্যে প্রতিটি ব্লগ ডাটাবেজে অন্তর্ভূক্ত করা হয়েছে দেশ, ভাষা ইত্যাদি বিভিন্ন ভাগ করে। | Cada blog é inserido no banco de dados de acordo com uma variedade de critérios desde ‘tópico', ‘país de origem' e ‘linguagem'. |
18 | আপনার ব্রাজিলের সঙ্গীত পডকাস্ট দরকার? বা চীনের রসনা সংক্রান্ত ব্লগ? | Procurando podcasts de música do Brasil ou blogs de comida da China? |
19 | কোন অসুবিধা নেই। | Não tem problema! |
20 | আমাদের সার্চ ফিচারে শুধু কিওয়ার্ডটুকু দেবেন অথবা ট্যাগক্লাউড থেকে আকাঙ্খিত ক্যাটেগরীটি খুঁজে বের করুন। | Basta digitar as palavras-chave na caixa de busca ou navegar pelas categorias e pela nuvem de tags. |
21 | এরপর নিবন্ধিত হাজারো ব্লগ, পডকাস্ট এবং ভিডিও ব্লগ থেকে আপনার কাঙ্খিত ব্লগটি খুঁজে বের করুন। | Em seguida, junte-se aos milhares de outros blogueiros que apresentaram seus blogs, podcasts e videoblogs na Blogopedia. |
22 | এ বছরের প্রতিযোগীতায় পরিবেশ পরিবর্তনকে গুরুত্ব দেয়া হচ্ছে এবং এ জন্যে বিশেষ একটি ক্যাটেগরী থাকছে যার মাধ্যমে এই বিষয় নিয়ে যে সমস্ত ব্লগ ও পডকাস্ট কথা বলছে তাদের সম্মানিত করা যায়। | Na competição deste ano, as mudanças climáticas estão sob os holofotes, com uma categoria-prêmio especial para blogs e podcasts que discutem a temática. |
23 | এ ছাড়াও এবার ববস প্রতিযোগীতায় বাংলা ভাষার ব্লগকে যুক্ত করা হয়েছে। | Além disso, o BOBs também adicionou o Bengali no quadro de idiomas da competição. |
24 | আমরা ২০১০ সালের ববস পুরস্কারের বিজয়ী কারা হবেন তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। | Estamos ansiosos para ver os grandes vencedores do prêmio BOBs 2010. |
25 | দেরী না করে আপনার পছন্দসই ব্লগটিকে মনোনীত করে আসুন। | Nomeie seus favoritos! |