# | ben | por |
---|
1 | স্পেনঃ সিরিয়ার শাসকের বিরুদ্ধে শত শত লোকের বিক্ষোভ প্রদর্শন | Espanha: Centenas de Pessoas Protestam Contra o Regime Sírio |
2 | এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Esta postagem faz parte da nossa cobertura especial sobre os Protestos na Síria em 2011. [en] |
3 | গত রোববারে স্পেনের মাদ্রিদে শত শত লোক সিরিয়ার জনতার সমর্থনে এক বিক্ষোভ প্রদর্শন করে। | No último domingo, centenas de pessoas demonstraram apoio ao povo sírio em Madri, na Espanha. |
4 | স্পেনের অন্য সব শহর, যেমন ভ্যালেন্সিয়া, গ্রানাডা থেকে জনতাকে নিয়ে আসার জন্য বাস ভাড়া করা হয়েছিল। | Ônibus foram contratados para trazer pessoas de outras cidades espanholas, como Valência e Granada. |
5 | তারা স্পেনে অবস্থিত সিরীয় রাষ্ট্রদূতের বহিষ্কার এবং সিরিয়ার উপর যেন স্পেন সরকার অবরোধ আরোপ করে তার দাবী জানাচ্ছিল। মূলত সিরিয়ার একটিভিস্টদের উপর কয়েক দশকের মধ্য চালানো সবচেয়ে ভয়াবহ হামলার কারণে তারা এই দাবি জানাতে থাকে। | Eles exigiram a expulsão do embaixador sírio na Espanha, e que o governo espanhol estabeleça sanções ao governo sírio, tudo isso em meio à maior repressão contra ativistas sírios em décadas. |
6 | এই বিক্ষোভ শুরু মাদ্রিদের প্রধান স্কোয়ার পুয়ের্টো দেল সোল থেকে, পর সকালের শেষে বিক্ষোভ পররাষ্ট্র মন্ত্রণালয়ে হয়ে সিরীয় দূতাবাসের সামনে গিয়ে শেষ হয়। | [en] A manifestação começou na praça principal de Madri, Puerta del Sol, e prosseguiu no final da manhã para o Ministério Espanhol de Relações Internacionais, terminando na embaixada da Síria. |
7 | সিরীয় জনগণের সমর্থনে, স্পেনের মাদ্রিদে বিক্ষোভ। | Protesto em Madri, na Espanha, em apoio ao povo sírio. |
8 | ছবি সারা ডিয়াজ গোমেজ-এর সৌজন্যে প্রাপ্ত। | Foto de cortesia, tirada por Sara Díaz Gómez. |
9 | বিক্ষোভকারীরা স্প্যানিশ ভাষায় স্লোগান দেয় “সিরিয়ায় রক্তক্ষরণ হচ্ছে আর সারা বিশ্ব তা চেয়ে চেয়ে দেখছে”, যখন কোন ধরনের ক্ষমা প্রদর্শন ছাড়াই সিরীয় নাগরিকদের হত্যা করা হচ্ছে, তখন ট্রিনিদাদ (স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়), তোমরা কোথায়?” এবং আরবীয় ভাষায়ও স্লোগান দেওয়া হচ্ছিল। | Os manifestantes gritavam em espanhol mensagens como “Siria está sangrando e o mundo está assistindo”, “Onde você está, Trinidad (Ministro das Relações Internacionais), quando os sírios são mortos sem misericórdia?” |
10 | বিক্ষোভে অংশ নেওয়া সিরীয় সম্প্রদায়ের লোকেরা সেখানে আরবী ভাষায় স্লোগান দেয়, “ জনতা এই সরকারের অপসারণ চায়, এবং “এক এবং একমাত্র সিরীয় জনতা, তারাই একক”। | e também em árabe, por membros da comunidade síria: “O povo quer derrubar o regime” e “Um e apenas um. O povo sírio é um”. |
11 | এই বিক্ষোভ প্রচার মাধ্যমের বেশ মনোযোগ আকর্ষণ করেছে এবং তা অনলাইনে ব্যাপক প্রদর্শিত হয়েছে। | A demonstração recebeu muita atenção da mídia e também foi amplamente compartilhada online. |
12 | ১৫ মে তারিখে যে বড় আকারে বিক্ষোভ অনুষ্ঠিত হয় তার সংগঠক, যারা ডেমোক্রেসিয়া রিয়াল ইয়া নামে পরিচিত, তারা সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে দেবার জন্য নিজেদের রূপান্তরিত করে ফেলে। তারা তাদের ফেসবুকের পাতায় [স্প্যানিশ ভাষায়] এই বিষয়ে তথ্য প্রদান করে. | ‘Democracia Real Ya', o grupo que organizou a grande manifestação no dia 15 de maio, a qual mais tarde foi transformada em pequenas manifestações por todo o país, compartilhou a informação em sua página no Facebook [es]. |
13 | এই পোস্টের উপর হাজার খানেক মন্তব্য এবং প্রতিক্রিয়া এসে জমা হয়। | O post tem mais de mil comentários e reações. |
14 | সিরীয় জনগণের সমর্থনে, স্পেনের মাদ্রিদে বিক্ষোভ। | Protesto em Madri, na Espanha, em apoio ao povo sírio. |
15 | ছবি সারা ডিয়াজ গোমেজ-এর সৌজন্যে প্রাপ্ত। | Foto de cortesia, feita por Sara Díaz Gómez. |
16 | টুইটারে যে গুঞ্জন সৃষ্টি হয় তা মূলত #স্পেনউইথসিরিয়া নামক ট্যাগের মাধ্যমে সৃষ্টি হয়েছে, যা ছিল ২৫ জুন থেকে ২৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে সামগ্রিক ভাবে মাদ্রিদ, বার্সেলোনা এবং স্পেনের এক আলোচিত বিষয়: | As reações divulgadas no Twitter estavam associadas principalmente à tag #spainwithsyria, e foi tendência de assuntos em Madri, em Barcelona, e na Espanha como um todo, em diferentes momentos entre 25 e 26 de julho: |
17 | @ট্রেন্ডসমাদ্রিদ: ‘চ্যাম্পিয়য়য়য়য়য়য়য়য়ানসসসসসস', ‘ভেনেজুয়েলা' এবং #স্পেনউইথসিরিয়া এখন #মাদ্রিদের এক আলোচিত বিষয় http://trendsmap.com/es/madrid | @TrendsMadrid: ‘campeõesssss', ‘venezuela' e #spainwithsyria são agora uma tendência em #Madri http://trendsmap.com/es/madrid |
18 | এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Esta postagem faz parte da nossa cobertura especial sobre os Protestos na Síria em 2011 [en]. |