Sentence alignment for gv-ben-20110204-15369.xml (html) - gv-por-20110202-15975.xml (html)

#benpor
1মিশর: মুবারক সমর্থকদের মিছিল!Egito: Manifestantes pró-Mubarak!
2সত্যি কি তারা মুবারকের সমর্থক ?Sério!?
3এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।Este post é parte de nossa cobertura especial Protestos no Egito em 2011.
4কয়েকদিন আগে থেকে অনেকে দাবি করে আসছিল যে, মুবারক বিক্ষোভকারীদের মাঝে আতঙ্ক সৃষ্টির জন্য গুণ্ডাদের রাস্তায় নামিয়ে দিয়েছে।Alguns dias atrás, muitos afirmavam que o regime de Mubarak tinha enviado capangas para aterrorizar os manifestantes [en].
5গতকাল, আমরা রাস্তায় এইসব তথাকথিত মুবারক সমর্থকদের মিছিলের স্বাক্ষী হলাম, এবং এরপর অনেক লোক দাবি করছে যে, তারা আসলে রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মী এবং গুণ্ডা, যারা মুবারক সমর্থক হিসেবে রাস্তায় নেমেছে।Ontem, testemunhamos as primeiras destas ditas manifestações pró-Mubarak e, novamente, as pessoas afirmavam que estes eram apenas membros das forças de segurança e capangas a paisana.
6ট্রাভেলারডাব্লিউ বিক্ষোভের কেন্দ্রস্থলে কি ঘটতে পারে, সে সম্পর্কে সতর্ক করে দিচ্ছে।TravellerW avisou sobre o que pode acontecer na praça:
7@ট্রাভেলারডাব্লিউ: বেশ কয়েকজন মুবারক সমর্থক এখন মিছিল করতে করতে তাহরির স্কোয়ারের দিকে যাচ্ছে।Várias manifestações pró-Mubarak se dirigindo à Praça Tahrir agora.
8নোংরামি বাস্তবতায় রূপ নিয়েছে।।A merda está ficando real
9আজকে, এই সব মুবারক সমর্থকরা তাহরির স্কোয়ারে মুবারক বিরোধী বিক্ষোভকারীদের উপর আক্রমণ করা শুরু করেছে।Hoje, estes manifestantes pró-Mubarak começaram a atacar os manifestantes na Praça Tahrir:
10@নাগালআরজক: মুবারক একটার পর একটা নির্বোধের মত কাজ করে যাচ্ছে।Mubarak continua a fazer um movimento estúpido atrás do outro.
11এর সাম্প্রতিক তম উদাহরণ হল: তার গুণ্ডা বাহিনীর তাহরির স্কোয়ারের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা চালানোর ঘটনা।
12এমনকি তারা এখানে উপস্থিত সাংবাদিক এবং সংবাদ সংগ্রহকারীদের উপর হামলা চালিয়েছে।A última: Seus criminosos em Tahrir atacando manifestantes pacíficos.
13@মিনাগামাল: যদি এই সব লোকদের ভাড়া করে আনা না হয়, তাহলে আমাকে বলুন, কেন তারা সাংবাদিকদের ক্যামেরা ভেঙ্গেছে?Eles estão até atacando os jornalistas e repórteres na praça:
14এবং এখানে আরেকটি টুইট রয়েছে, যা মুবারক সমর্থকদের গুণ্ডাদের সম্বন্ধে এবং কেন তারা এখানে এসেছে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করছে।Se aquelas pessoas não estão realmente sendo pagas, me diga porque estão quebrando todas as câmeras dos jornalistas?
15@ইনজিতা:মিশরের এনডিপি নামক দলটির কর্মীরা মুবারকের শাসন নিয়ে মুস্তাফা মাহমুদের গাওয়া গানের কপি সবাইকে বিতরণ করছে।E aqui está mais um tuíte falando mais sobre os criminosos pró-Mubarak e de onde eles estão vindo:
16আমাদের দারোয়ানের ছেলে একটি হাতে নিয়ে রয়েছে। এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।Membros do partido egípcio NDP [PND - Partido Nacional Democrático] estão distribuindo cartazes em [na rua] Mustafa Mahmoud, o filho de nosso porteiro estava segurando um.