# | ben | por |
---|
1 | মায়ানমার: মান্দালয়ের উপর দিয়ে বয়ে যাওয়া এক প্রবল বাতাস | Myanmar: Ventos Súbitos causam estragos em Mandalay |
2 | ৬ই মে, ২০০৯ তারিখে মেঘলা লিখছেন, এক প্রবল বাতাস সারা মান্দালয়ে আঘাত হেনেছে। মান্দালয় মায়ানমারের তৃতীয় রাজধানী। | MgHla [my] escreveu que no dia 6 de maio de 2009 um vento súbito varreu a cidade de Mandalay, a terceira maior de Myanmar. |
3 | ছবিটি মেঘলার ব্লগের সৌজন্যে | Foto extraída do blogue de MgHla |
4 | তিনি লিখছেন: | Ele disse: |
5 | একটা সেমিনারে অংশ গ্রহণ করে আমি বিকেল চারটার সময় অফিসে ফিরে আসি। | “Depois de participar de um seminário, eu voltei para meu escritório por volta das 4 da tarde. |
6 | পথে আমি একটা বাতাস দেখলাম যা ছিল ঘুর্ণি বাতাস এবং সেখানে অনেক ধুলো উড়ছিল। | No caminho, eu vi que havia um redemoinho de vento, que levantava muita poeira. |
7 | আমি অফিসে পৌছাতে না পৌছাতে বাতাস শক্তিশালি হতে লাগলো। তখন বিকেল ৪. | Pouco depois que eu cheguei ao escritório, por volta das 4 e meia da tarde, o vento ficou mais forte, e também começou a chover. |
8 | ৩০ বাজে। এবং বাতাসের সাথে সাথে বৃষ্টি পড়তে লাগলো। | Talvez por conta da força do vento, a chuva não estava vindo de cima, mas sim lateralmente. |
9 | হয়তো বাতাসের বেগ খুব শক্তিশালি ছিল তাই বৃষ্টি উপর থেকে নীচে নামতে পারছিল না, কিন্তু তা পাশে ছড়িয়ে পড়ছিল। | |
10 | সে সময় খুব শব্দ হচ্ছিল। | Fazia muito barulho também. |
11 | প্রকৃতিকে ধন্যবাদ। এই ঘটনা আধাঘন্টা ধরে চলে। | Por sorte, isso só durou uns 30 minutos. |
12 | এটা যদি তিন থেকে চার ঘন্টা চলতো তাহলে তা নার্গিস নামের সাইক্লোনে পরিণত হতো। | Se tivesse durado umas 3 ou 4 horas, teria sido como o ciclone Nargis. |
13 | যখন আমি কাজ থেকে ফিরছিলাম তখন আমি কোনের বিলবোর্ডটিকে মাটিতে পড়ে থাকতে দেখলাম। এটি পড়ে ছিল ৮০ নম্বর রাস্তা থেকে ৩৫ নম্বর রাস্তার মাঝে। | Quando eu estava voltando para casa, eu vi que a placa publicitária (“billboard”) que ficava na esquina da Rua 80 com a Rua 35 estava [tombada] no chão. |
14 | আমি শুনেছিলাম বিলবোর্ডের পেছনের দিকের নীচে একটা গাড়ী চাপা পড়েছিল, কিন্তু আমি যখন সেই এলাকা অতিক্রম করছিলাম তখন সেখানে কোন গাড়ী পড়ে থাকতে দেখিনি। | Eu fiquei sabendo que a parte traseira de um carro foi também esmagada pela placa publicitária, mas quando eu passei por lá, o carro não estava mais por lá. |
15 | একটি সাইনবোর্ড এক কোণে দুমড়ে পড়ে ছিল। | Uma placa que fazia propaganda de óleo automotivo ficou amassada nas bordas. |
16 | ৩৫ নম্বর রাস্তার পাশে রেলওয়ে ওভারব্রীজের কাছের ছোট্ট বিলবোর্ডগুলো হয় পড়ে ছিল, না হয় ভেঙ্গে গিয়েছিল। | Algumas placas publicitárias menores na passagem de nível da ferrovia sobre a Rua 35 também caíram ou ficaram destruídas. |
17 | এখন পৌরসভার লোকদের বিলবোর্ডের স্থায়িত্ব পরীক্ষা করে দেখা দরকার। | Já está na hora do [governo] municipal verificar a integridade das placas publicitárias. |
18 | তারা অবশ্যই বের করবে কিভাবে আমাদের মাথার উপর খাড়া ভাবে বিলবোর্ড তৈরী করার অনুমোদন দেওয়া হলো। | Eles deveriam ter mais controle sobre as permissões para construção dessas placas publicitárias que ficam penduradas sobre nossas cabeças…” |
19 | এখানে যে উদ্ধৃতি দেয়া হয়েছে তা লেখকের ব্লগ থেকে বার্মিজ ভাষা হতে অনুবাদ করা হয়েছে। | A citação acima é uma tradução feita pelo autor do artigo. A citação original foi escrita em língua burmesa. |