Sentence alignment for gv-ben-20110911-19913.xml (html) - gv-por-20110920-23457.xml (html)

#benpor
1ক্যাম্বোডিয়াঃ দেশের বন রক্ষার জন্য অবতার শোভাযাত্রাCamboja: Marcha ‘Avatar’ em prol da Proteção das Florestas do País
2অবতার নামক চলচ্চিত্রের না'ভি উপজাতিদের মত পোশাকে সজ্জিত হয়ে, ক্যাম্বোডিয়ার গ্রামবাসীরা, প্রে লাং নামক বনভূমি চাষাবাদ এবং খনির জন্য পরিষ্কার করার প্রতিবাদে অংশ নিয়েছে। প্রে লং হচ্ছে দেশটির “প্রাথমিক নিম্ন অঞ্চলের সর্ববৃহৎ শুকনো সবুজ চিরহরিৎ বন।Vestidos à moda da tribo Na'vi do filme Avatar, residentes de vilarejos cambojanos manifestaram-se contra o plano de derrubar a floresta Prey Lang e abrir espaço para o estabelecimento de lavouras e minas.
3ক্যাম্বোডিয়া এবং ইন্দোচীন উপত্যকায় এখনো যা অবশিষ্ট রয়েছে। যৌক্তিক ভাবে বলা যায় প্রে লাং ক্যাম্বোডিয়ায় সবচেয়ে বিশাল আদি এক বনভূমি, যা এখনো অক্ষত রয়েছে।Prey Lang [en] é a “maior de todas as florestas primárias perenes que permanecem nas terras secas e baixas tanto do Camboja quanto da Península Indochinesa.”
4এটা মেকং এবং স্টুনাং সেন নামক দুই নদীর মাঝখানে অবস্থিত, ক্যাম্বোডিয়ার চারটি প্রদেশ জুড এই বনভুমি বিস্তৃত (পেরাহ বিহার, কাম্পং থম, ক্রাটিয়ে এবং স্টুং ট্রেং প্রদেশ জুড়ে)।
5প্রায় ২০০,০০০ জন মানুষ, যাদের মধ্যে বেশীর ভাগই কোই আদিবাসী জনগোষ্ঠীর, তারা বনের কাছে ছড়িয়ে থাকা ৬ টি জেলায় বাস করে।Por volta de 200 mil pessoas, a maioria índios Kuy (pronúncia “Koo-ie”) vivem em 339 vilarejos em seis distritos ao redor da floresta.
6বৃহত্তর প্রে লাং এলাকায় সব মিলিয়ে প্রায় ৩৫০,০০০ জন লোক বাস করে।Um total de 350 mil pessoas vivem na grande área de Prey Lang.
7এই প্রচারণায় আরো বেশি সমর্থনের জন্য, অবতার প্রতিবাদ, সাইবার জগতের সর্বোচ্চ ব্যবহার করেছে।"Pray Long for Prey Lang" Ceremony [Cerimônia "Longa Reza por Prey Lang, em inglês
8এই প্রচারণা বন রক্ষার জন্য কেবল অনলাইনে দরখাস্ত প্রদান করেনি, তার সাথে প্রার্থনা অনুষ্ঠান এবং প্রচারপত্র বিতরণের মত বিষয়গুলোর তাজা সংবাদ জনসম্মুখে তুলে ধরার জন্য তারা একটি,ব্লগ তৈরি করেছে।Em nome da Rede Prey Lang, o Centro Cambojano para os Direitos Humanos [en] destaca as opiniões dos residentes dos vilarejos que mais irão sofrer se a floresta Prey Lang for destruída.
9প্রে লাং নেটওয়ার্ক-এর পক্ষ থেকে ক্যাম্বোডিয়ার মানবাধিকার সংস্থা গ্রামবাসীদের দৃষ্টিভঙ্গির বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করেছে, প্রে লাং নামক বনভূমি ধ্বংস হয়ে গেলে যারা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে।
10প্রে লাং থেকে মিনহা নেই: “এই শান্তিপূর্ন আন্দোলনের মাধ্যমে আমি আশা করব যে পরবর্তী প্রজন্মের জন্য আমরা এই বনটিকে রক্ষা করতে পারব এবং প্রচার মাধ্যম এবং জনতাকে জানতে পারব যে, বন সেই সব মানুষদের জন্য কতটা গুরুত্বপুর্ণ, যারা এই বনে বাস করে এবং আরো বিশেষ করে পরিবেশের জন্য।.”
11পহক হং, আদিবাসী কোই জনগোষ্ঠীর একজনঃ যদি আমি প্রে লাং হারিয়ে ফেলি, আমি আমার জীবনকে হারিয়ে ফেলব, প্রতিদিন আমি প্রে লাং হারানোর আশঙ্কায় শঙ্কিত।Phok Hong, um índio Kuy de Prey Lang: “Se perder Prey Lang, perco minha vida.
12আমি উদ্বিগ্ন যে জমির দলাল এবং কোম্পানীর এসব ধ্বংস করে ফেলবে এবং আমি আমার জীবন ধারণের উপায় হারিয়ে ফেলব।Todos os dias me preocupa sobre a possibilidade de perder Prey Lang.
13যদি আমরা প্রে লাং হারিয়ে ফেলি তাহলে আমরা বনটাকে হারিয়ে ফেলব,, আমরা ওষুধি গাছের চিকিৎস পদ্ধতি হারিয়ে ফেলব।Me preocupo que o corretor e a companhia irão destruí-la e eu perderei meu estilo de vida.
14এই ঘটনায় বন্য পশু এবং সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয়টি হচ্ছে আমাদের পূর্বপুরুষদের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে যে ঐতিহ্য চলে এসেছে তা ধ্বংস হয়ে যাবে।Se ficarmos sem Prey Lang, perdemos a floresta, as ervas medicinais, a vida selvagem e, ainda mais importante, as tradições indígenas passadas ao longo de muitas gerações de nossos ancestrais.
15আজ আমি বিশ্বের জন্য প্রার্থনা করব, তারা যে প্রে লাং -এর গুরুত্ব অনুভব করেছে তার প্রশংসা করে এবং আমাদের সাহায্য করার জন্য এবং এই দ্বন্দ্বের সমাপ্তির জন্য।”Hoje rezarei para que o mundo aprecie a importância de Prey Lang e nos ajude a por um fim a este conflito”.
16সেনাং সোকেহং হচ্ছেন কমিউনিটি পিস বিল্ডিং নেটওয়ার্কের একজন প্রতিনিধি “এই ঘটনার প্রভাব হবে অভূতপূর্ব এবং এটি যে প্রে লাং-এর জন্য কতটা হুমকি স্বরূপ তা এখনো পুরোমাত্রায় বোঝা যাচ্ছে না।Sen Sokheng, representante da Community Peace-building Network [Rede Comunidade para a Construção da Paz, em inglês]: “A escala deste evento não tem precedentes mas, ainda assim, não reflete plenamente a gravidade da ameaça contra Prey Lang.
17ভূমি নিয়ে সকল সংঘর্ষ তাদের জীবন হরণ করে যাদের জীবন প্রাকৃতিক সম্পদের ধ্বংসের ঘটনায় প্রভাবিত হয় এবং তা বনভূমি এলাকা পরিবেশগত পরিবর্তন ঘটায়, যা কিনা প্রজন্ম থেকে প্রজন্মের উপর প্রভাব ফেলতে পারে।Embora todos os conflitos de terra possam destruir vidas, aqueles que se relacionam à destruição dos recursos naturais e áreas de floresta criam mudanças ambientais que tem impacto sobre gerações.
18ভুমির বিষয়ে যে অন্যায় হচ্ছে তার জন্য সম্প্রদায় সমূহকে এক হতে দেখে দারুণ লাগছে এবং বিশেষ করে আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে।”É maravilhoso ver as comunidades se unindo contra as injustiças relacionadas à terra e, em especial, à administração de nossos recursos naturais.
19প্রে লাং অবতারAvatar Prey Lang
20এখানে যে সব প্রতিবাদ অনুষ্ঠিত হয় সে গুলো সাধারণ শান্তিপূর্ণ হয়ে থাকে কিন্তু সম্প্রতি প্রে লাং অবতার বিষয়ক যে কার্যক্রম তার সাথে বৌদ্ধ ধর্ম অনুসারে প্রার্থনা এবং প্রচারপত্র বিতরণ কার্যক্রম অর্ন্তভুক্ত ছিল, যে কার্যক্রমে নম পেনের স্থানীয় কর্তৃপক্ষ বাঁধা প্রদান করেছে।Os protestos têm sido, em geral, pacíficos, mas a atividade recente dos ‘Avatars” Prey Lang envolvendo uma cerimônia budista de oração e distribuição de folhetos foi interrompida pelas autoridades locais de Phnom Penh.
21প্রায় ১০০ জনের বেশী বিক্ষোভকারীকে আটক করা হয় এবং তাদের বিস্তারিত ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।Mais de 100 indivíduos foram detidos por um breve período e indagados, mas foram liberados em seguida.
22তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। গ্রেফতারেরছবি এবং ভিডিও ক্যাম্বোডিয়ার মানবাধিকার সংস্থার পোর্টাল, সিথিতে দেখতে পাবেন।As fotos e videos [en] da abordagem policial estão disponíveis no portal cambojano Sithi [en], voltado para os direitos humanos.
23প্রে লাং-এর উপর একটি তথ্য চিত্র তৈরি করা হয়েছে, যার নাম “ এক বনভূমি, এক ভবিষ্যৎ (ওয়ান ফরেস্ট, ওয়ান ফিউচার)”, এটি তৈরি করেছে জোসেলিল এবং বেন পেড্রিক।Um documentário sobre Prey Lang, “One Forest, One Future” [Uma Floresta, Um Futuro, em inglês], foi produzido por Jocelyn e Ben Pederick.
24এই প্রে লাং এলাকায় বসবাসকারী আদিবাসীদের লড়াইয়ে যারা তাদের সমর্থন করে, তাদের ক্যাম্বোডিয় সরকারের কাছে লিখতে উৎসাহ জানানো হচ্ছে।Aquelas pessoas que apoiam a luta das comunidades indígenas que vivem em Prey Lang são estimuladas a escrever para o governo do Camboja.
25নীচে প্রধানমন্ত্রী হুনসেনকে উদ্দেশ্য করে লেখা এক নমুনা চিঠির সারংশ রয়েছে।Abaixo, amostra de uma carta [en] endereçada ao Primeiro Ministro Hun Sen:
26প্রিয় প্রধানমন্ত্রী সামদেচ হুন সেন, আমি প্রে লাং নামক বনভূমি রক্ষার জন্য আপনার ক্ষমতার সবটুকু ব্যবহারের অনুরোধ জানাচ্ছি, যে বনভূমি ক্যাম্বোডিয়া জনগণের, দক্ষিণপূর্ব এশিয়া, এবং বিশ্বের গুরুত্বপুর্ণ সম্পদ।Escrevo ao senhor para exortá-lo a fazer tudo a seu alcance para proteger a floresta Prey Lang que é um importante recurso para o povo do Camboja, do Sudeste da Ásia e do mundo.
27আমি আপনাকে নীচের কার্যক্রমসমূহ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি:Peço-lhe para tomar as seguintes ações:
28- বৃহত্তর প্রে লাং এলাকায় যে সমস্ত বৃক্ষ নিধন এবং খনি অনুসন্ধানের কাজ চলছে, সে সব বাতিল করা।-Suspender todas as concessões para a derrubada de árvores e a mineração na região da Grande Prey Lang
29- প্রে লাং এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা এবং তার নিরাপত্তা বিধান করা-Conferir à Prey Lang o status de região protegida e fazer cumprir esta proteção
30- বনভূমির যে সমস্ত এলাকার গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে, সেখানে বৃক্ষ রোপণ করা-Replantar áreas devastadas da floresta
31- প্রে লাং কমিউনিটি নেটওয়ার্ক-এর সাথে মিলিত ভাবে গ্রহণযোগ্য ভাবে বনের সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করা-Entregar a floresta à gestão sustentável a ser realizada em cooperação com a Rede Comunidade Prey Lang.