Sentence alignment for gv-ben-20070831-204.xml (html) - gv-por-20070828-291.xml (html)

#benpor
1গ্লোবাল ভয়েসেস এডভোকেসী: চাই একটি বিশ্বজোড়া এন্টিসেন্সরশীপ নেটওয়ার্কGV Advocacy: Para uma rede global anti-censura
2গ্লোবাল ভয়েসেস এডভোকেসী শুরু হবার পর গত ছয় মাসে ধরে আমরা বিশ্বজুড়ে অনলাইন কথোপকথনের বিরুদ্ধে হুমকি ও প্রতিবন্ধকতাগুলো লিপিবদ্ধ করার চেষ্টা করেছি যাতে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়।Durante os últimos seis meses, desde o lançamento do Global Voices Advocacy[En], estamos tentando cobrir as crescentes ameaças sérias à expressão online ocorrendo ao redor do globo e os esforços para combatê-las.
3ইতিমধ্যে আমরা লিপিবদ্ধ করেছি প্রচুর ব্লগার এবং অনলাইন লেখকদের গ্রেফতার ও জেলে যাবার খবর, বেশ কয়েকটি এন্টিসেন্সরশীপ প্রচারনাকে তুলে ধরেছি এবং ইন্টারনেট সেন্সরশিপ এবং ওয়েবসাইট ও ব্লগ ব্লক করা নিয়ে রিপোর্ট করেছি।Documentamos a prisão e detenção de um grande número de blogueiros e autores online e ressaltamos várias campanhas anti-censura, relatórios de censuras à internet, blogues bloqueados e websites.
4আমাদের কাভারেজের মধ্যে রয়েছে ২৫টি দেশের এরুপ ঘটনা এবং বাক স্বাধীনতা নিয়ে ব্লগার এবং প্রতিবাদকারীদের স্বতন্ত্র সাক্ষাৎকার, এছাড়াও অনলাইন সেন্সরশীপ নিয়ে একটি ইন-ডেপথ সার্ভে যে ঘটনাগুলোয় গতানুগতিক মিডিয়া খুব কম মনযোগ দেয়।Nossa cobertura até agora incluiu histórias de 25 nações[En], assim como entrevistas exclusivas com ativistas e blogueiros focados em assuntos referentes à liberdade de expressão, em acréscimo a uma pesquisa profunda[En] de casos de censura online que raramente recebem atenção da mídia[En].
5বিশ্বজুড়ে অনলাইন কথোপকথনের বিরুদ্ধে হুমকি ও প্রতিবন্ধকতাগুলো লিপিবদ্ধ করা এবং অনলাইন এবং অফলাইন এন্টিসেন্সরশীপ প্রচারনাকে তুলে ধরার পাশাপাশি আমরা বিশ্বজুড়ে এইসব সেন্সরশীপের বিরুদ্ধে প্রতিবাদরত ব্লগারদের এবং অন্যান্য সক্রিয় ব্যক্তিদের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছি।Em conjunto com a missão de documentar ameaças à liberdade de expressão online e prover uma visão ampla e compreensiva de esforços online e offline anti-censura, estamos procurando construir uma rede global de blogueiros e ativistas envolvidos em movimentos de liberdade de expressão online e anti-censura.
6এই নেটওয়ার্কটির উদ্দেশ্য হচ্ছে অনলাইনে বাক স্বাধীনতার বিষয়গুলো তুলে ধরা এবং সবাইকে সেন্সরশীপের বিরুদ্ধে সতর্ক করে দেয়া।
7এছাড়াও আমরা বিশ্বের বিভিন্ন স্থানে এইসব হুমকি স্থানীয় ব্লগাররা কিভাবে মোকাবেলা করবে তার জন্যে প্রযুক্তিগত হাতিয়ার এবং পরামর্শ দেবার চেষ্টা করে আসছি।O alvo dessa rede é aumentar a consciência de assuntos sobre a liberdade de expressão online e para compartilhar ferramentas e táticas com ativistas e blogueiros encarando situações similares em diferentes partes do globo.
8এই নেটওয়ার্ক গড়ে তোলার জন্যে আমরা কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি যা নিন্মে বিস্তারিতভাবে তুলে ধরছি।Também estamos nos focando em construir uma infraestrutura sólida para apoiar esta rede, contendo os seguintes componentes:
9গাইড: আমরা সম্প্রতি “টেকনিকাল গাইড টু এনোনিমাস ব্লগিং উইথ ওয়ার্ডপ্রস এন্ড টর (ওয়ার্ডপ্রেস ও টরের মাধ্যমে বেনামে ব্লগিংয়ের প্রযুক্তিগত গাইড)” এর একটি আপডেটেড সংস্করন প্রকাশ করেছি।
10এই গাইডটি পরিকল্পিত বেশ কয়েকটি ম্যানুয়ালের প্রথমটি।O guia[En]: Recentemente publicamos uma versão atualizada do Guia Técnico para Blogagem Anônima com WordPress e Tor[En].
11এইসব ম্যানুয়ালগুলো আলোকপাত করেছে ইন্টারনেট ফিল্টারিংগুলোকে বোকা বানানোর উপায়, পরিচিতি ফাঁস না করে ব্লগিং করা এবং সেইসব ব্লগারদের জন্যে ফলপ্রদ সমর্থন যাদের আমরা গ্লোবাল ভয়েসেস এডভোকেসী প্রজেক্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি।O Guia é o primeiro de vários manuais planejados focando em tópicos envolvendo filtragem na internet, pseudônimos seguros para blogagem e defesa efetiva através de blogues que estamos tentando promover como parte do projeto Global Voices Advocacy.
12উক্ত প্রথম গাইডটি ব্লগারদের পরিচয় গোপন রাখার উপায়গুলো বর্ণনা করে যাতে কর্তৃপক্ষের (বিশেষ করে স্বৈরাচারী সরকারগুলোর) রোষানল হতে তাদেরকে বাচানো যায়। এই গাইডের নির্দেশাবলী অনুযায়ী ব্লগিং করলে ব্লগারের অনলাইন লেখাগুলির সাথে তার পরিচয় ও ঠিকানার প্রযুক্তিগত কোন ছাপ থাকবে না।O guia de Blogagem Anônima com WordPress e Tor descreve em linhas gerais diferentes métodos de proteção da sua identidade online para pode reduzir consideravelmente os riscos da identidade de um blogueiro ser relacionada a seus escritos online através de meios técnicos.
13গাইডটির স্ক্রীনশটসসহ একটি এইচটিএমএল সংস্করন যা লিন্কসহ এবং ব্লগিং সহায়ক এখানে পাওয়া যাবে।Uma versão HTML “linkável”, compatível com blogues, do guia, ilustrado com imagens capturadas das telas do computador (screenshots), está acessível aqui[En].
14আমরা পিডিএফ ফাইল হিসেবেও এটি প্রকাশ করেছি।Também lançamos o guia como arquivo PDF[En].
15অনুগ্রহ করে এটি ডাউনলোড করুন বা লিন্ক করুন যা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে প্রচার করতে সহায়তা করবে।Por favor baixe-o, “linke-o” e ajude a disseminar essa informação importante.
16এই এইচটিএএল কোডটি নির্দ্বিধায় কপি করে আপনার ব্লগে যোগ করে দিন।Sintam-se à vontade para copiar este código HTML e colem em seu blogue.
17তিউনিসিয়ার বিপ্লবীদের সংগঠন ইয়েজ্জি. অর্গ এর সহায়তায় আমরা এই গাইডটির একটি ফরাসী সংস্করন বের করছি যা অচিরেই ডাউনলোডের জন্য পাওয়া যাবে।Com a colaboração de ativistas da Tunísia do yezzi.org[Fr], estamos agora trabalhando em uma versão francesa do guia que brevemente estará acessível para baixar.
18আমরা আরও এই ক্ষেত্রের অনেকের সাথে সহযোগিতা করছি এর আরবী, চাইনিজ ও ভিয়েতনামীজ সংস্করন বের করার জন্যে।Também estamos colaborando com outros ativistas no campo para providenciar versões árabes, chinesas e vietnamitas.
19অনুগ্রহ করে খেয়াল করবেন যে এই গাইডটি ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন লাইসেন্সের আওতায় বের করা হয়েছে, যার মানে হচ্ছে এটিকে কোন বাধা ছাড়াই অন্যান্য যে কোন ভাষায় অনুবাদ করা যাবে।Por favor note que o guia foi lançado sob uma licença Creative Commons Attribution [En], o que significa que pode ser traduzida livremente para uma variedade de línguas.
20আপনি যদি মনে করেন যে আপনার মাতৃভাষার সম্প্রদায়ের এটির দরকার আছে তবে আপনি নিজেই এটি অনুবাদ করতে পারেন বা আমাদেরকে অন্য কোন স্বেচ্ছাসেবক অনুবাদকের সন্ধান দিতে পারেন।Se você acredita que sua comunidade precisa do Guia e que você pode ajudar traduzindo ou achando voluntários que possam traduzi-lo, por favor, nos informe.
21গ্যালারী: সিটিজেন ল্যাবের টেকনিক্যাল রিসার্চ ডিরেক্টর নার্ট ভিল্লেনফ এর আন্তরিক সহায়তায় আমরা প্রকাশ করেছি ন্যাশনাল ব্লকপেজেস গ্যালারী, যা কোন দেশের ফিল্টার সিস্টেম এবং ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের দ্বারা ব্লক করা ব্লগপাতাগুলোর স্ক্রীনশটের একটি সংগ্রহশালা।A Galeria[En]: Graças ao envolvimento do diretor de pesquisa técnica do Citizen Lab[En] (Laboratório Cidadão) , Nart Villeneuve[En], lançamos a Galeria de Páginas Bloqueadas Nacionais[En], uma coleção de screenshots de páginas bloqueadas por sistemas nacionais de filtragem e provedores de Internet.
22আপনি যদি সেরকম কোন দেশে থাকেন যেখানে ওয়েব সাইট ব্লক করা হচ্ছে তাহলে ব্লক করা পেজগুলোর স্ক্রীনশট অনুগ্রহ করে advocacy[at]globalvoicesonline[dot]org এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। আপনারা কন্টাক্ট পেজ ব্যবহার করেও ইমেজগুলোর লিন্ক আমাদেরকে পাঠাতে পারেন।Se você está em um país aonde websites estão sendo bloqueadas, por favor mande screenshots das páginas para advocacy[em]globalvoicesonline[ponto]org, ou use a página de Contato[En] para nos mandar um link para a imagem.
23উইকি: এটি ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী'র আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প যাতে সারাবিশ্বের অনলাইন সেন্সরশীপ সম্পর্কে তথ্য সংরক্ষন ও বিতরন করা হয়। এই উইকিকে আরও একটি উদ্দেশ্যে ব্যবহার করা হবে।O Wiki[En]: Este é outro projeto importante do Global Voices Advocacy projetado para buscar informações relacionadas a esforços anti-censura online através do mundo.
24এখানে ব্লগার, সাইবার একটিভিস্ট ও অনলাইন লেখকরা যেসব প্রযুক্তিগত, আইনগত এবং রাজনৈতিক চ্যালেন্জগুলো মোকাবেলা করে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে।O wiki[En] será usado para compilar informações sobre os desafios técnicos, legais e políticos enfrentados por blogueiros, cyberativistas e escritores online.
25একটি দেশের পাতা (আপনি এই টেম্পলেটটি ব্যবহার করতে পারেন আপনার দেশের পাতাটি তৈরি করতে) অথবা একজন অত্যাচারিত ব্লগারের (যেমন এটি) পাতা খুলে আপনি এইসব অন্যায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট কমিউনিটি কি সব পদক্ষেপ নিয়েছে তা বিশ্বের কাছে প্রচার করতে পারেন।Criando uma página-país (você pode usar esta página[En] como modelo para criar sua própria página-país) ou uma página sobre um blogueiro perseguido (como esta[En]), você pode ajudar a conscientizar sobre atividades realizadas em sua comunidade e compartilhar as melhores práticas, táticas e estratégias para levantar questões para discussão entre a comunidade mais abrangente.
26এছাড়াও সেন্সরশিপ ও দমননীতির বিরুদ্ধে নেয়া পদক্ষেপগুলো, পরিকল্পনা ও কৌশলগুলো আপনারা অন্যান্য কমিউনিটির সাথে আলোচনা করতে পারেন ও পরামর্শ চাইতে পারেন।O Wiki do Global Voices Advocacy também proverá um espaço online seguro, protegido por senha onde pessoas poderão fazer uma tempestade de idéias sobre estratégias, coordenar atividades entre blogueiros e ativistas e interagir online.
27এই ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী' উইকি একটি নিরাপদ, পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত অনলাইন ক্ষেত্র আপনাকে দেবে যেখানে সবাই বিভিন্ন কৌশল ও কার্যক্রম পরিকল্পনা ও সমন্বয় করতে পারবে অন্যান্য ব্লগারদের ও অ্যাকটিভিস্টদের সাথে।
28এগুলোএখন অনলাইনে বসেই সম্ভব। দ্যা আনফিল্টারড: এটি অ্যাকটিভিস্টদের ব্লগ ও ওয়েবসাইটের একটি আরএসএস এগ্রেগেটর ।O Não-filtrado[En]: é um agregador RSS[En] de feed de blogues e websites ativistas.
29এটি ব্লগোস্ফিয়ারে বাধামুক্ত অনলাইন ও বাক স্বাধীনতা নিয়ে কথোপকথনগুলো ট্র্যাক করে।Ele se mantém a par de conversas na blogosfera em relação a questões de liberdade de expressão online.
30আপনাদের কাছে এই সংক্রান্ত কোন সাইটের খবর থাকলে তার নিউজ ফিডের তথ্য আমাদের জানাবেন।
31আমরা আমাদের চ্যানেলে তা যোগ করে দেব।Mande-nos suas sugestões para feeds e nós adicionaremos ao canal!
32অ্যাডভক্স: এটি ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী' ব্লগের একটি নিউজ লেটার।Advox[En]: é a newsletter do blogue do Global Voices Advocacy.
33আগ্রহী গ্রাহকদের কাছে অ্যাডভক্স বিনামূল্যে পৌছানো হয় ইমেইলের মাধ্যমে।Advox[En] está acessível de graça para qualquer um que se inscreva.
34বর্তমানে আমাদের গ্রাহক হিসেবে আছেন অ্যাকটিভিস্ট, টুল ডেভেলপার, বিশেষজ্ঞ, ব্লগার এবং যারা বাক স্বাধীনতা সম্পর্কে সচেতন তারা।Nossa atual lista de inscritos inclui ativistas, desenvolvedores de ferramentas, especialistas, blogueiros e pessoas que possuem interesse em assuntos relacionados à liberdade de expressão.
35এর গ্রাহক আপনিও হতে পারেন এখান থেকে এবং আপডেটগুলো নিয়মিত আপনার ডেস্কটপে পেতে পারেন।Inscreva-se no Advox via esta página[En], e receba atualizações regulares.
36৪০৩ এক্সেস ডিনাইড চেকার: এই টুলটি (প্রথম সংস্করন) বেশ কটি ইউআরএল খুঁজে বলে দেয় আপনার দেশে কোন ওয়েবসাইটগুলো ব্যান হয়েছে।“Verificador de 403 Acesso Negado [En]”: esse novo lançamento alpha é um programa bastante útil que escanea um grande números de URLs e encontra aquelas que seu país baniu.
37তিউনিশিয়ান ব্লগার এবং অ্যাকটিভিস্ট এসট্রুবাল উদ্ভাবিত এই ‘৪০৩ এক্সেস ডিনাইড চেকার' দিয়ে ওই ব্যান হওয়া ওয়েবসাইটগুলো দেখা যায় না তবে স্থানীয় ব্লগার বা অ্যাকটিভিস্টরা এর মাধ্যমে স্থানীয়ভাবে ওয়েবসাইটে বাধা সৃষ্টি করা হলে তা জানতে পারে।O “Verificador de 403 Accesso Negado [En]”, que foi desenvolvido pelo blogueiro da Tunísia e ativista Astrubal[En], não é uma ferramenta de captura; foi projetado para ajudar ativistas em nações onde a censura ocorre para testar bloqueios locais.
38এই সব উপাদান ছাড়াও আমরা উৎসুক একটি বিশ্বজোড়া এন্টিসেন্সরশীপ নেটওয়ার্ক স্থাপনের ভিত্তি স্থাপন করতে। এ লক্ষ্যে আমরা অনলাইন এন্টিসেন্সরশীপ এবং বাক স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহনকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সাথে সম্পর্ক স্থাপন ও উন্নয়ন করে চলেছি।Em acréscimo a esses componentes, que esperamos formará uma fundação sólida para o sucesso de nossa rede anti-censura, também estamos desenvolvendo relações fortes com alguns atores-chaves nos movimentos anti-censura online e de liberdade de expressão, incluindo Tor[Pt], a OpenNet Initiative[En], Anistia Internacional[En], NGO-in-a-box[En] e a Electronic Frontier Foundation[En].
39এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টর, দ্য ওপেন ইনিশিয়েটিভ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এনজিও-ইন-এ বক্স এবং দ্য ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন।Obrigado por ler esse rápido exame sobre o que está acontecendo no Global Voices Advocacy, e fique antenado para novidades sobre algumas surpresas que estamos cozinhando!
40‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী' সম্পর্কে এই সংবাদ কনিকাটি পড়ার জন্যে আপনাদের ধন্যবাদ।Mostre seu apoio postando esse emblema em seu blogue!
41অতিসত্বর আমরা আরও কিছু চমক আপনাদের উপস্থাপন করব।Você pode simplesmente pegar o código HTML daqui!
42আপনারা আমাদের সাথেই থাকুন।(Texto original de Sami Ben Gharbia)
43এই বাটনটি অনুগ্রহ করে আপনার ব্লগে যোগ করে আমাদেরকে সমর্থন করুনO artigo acima é uma tradução de um artigo original publicado no Global Voices Online.
44Esta tradução foi feita por um dos voluntários da equipe de tradução do Global Voices em Português, com o objetivo de divulgar diferentes vozes, diferentes pontos de vista.
45এর জন্যে এইচ টি এম এল কোডটি আপনারা এখানে পাবেন।Se você quiser ser um voluntário traduzindo textos para o GV em Português, clique aqui.
46-সামি বেন ঘার্বিয়াSe quiser participar traduzindo textos para outras línguas, clique aqui.