Sentence alignment for gv-ben-20110115-14700.xml (html) - gv-por-20110113-14356.xml (html)

#benpor
1মালয়েশিয়া: প্রধানমন্ত্রী টুইটারে প্রশ্নের উত্তর দিচ্ছেনMalásia: Primeiro-Ministro Responde Perguntas pelo Twitter
2গত মঙ্গলবার থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক তাঁর টুইটার একাউন্ট #তানইয়ানাজিব নামক হ্যাশট্যাগ ব্যবহার করে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে শুরু করে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নাগরিকদের পাঠানো বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।O Primeiro-Ministro da Malásia, Najib Razak, anunciou em seu Twitter que vai responder os questionamentos feitos por usuários entre 16h30 e 18h da última terça-feira, usando a hashtag #tanyanajib - que se traduz para “pergunte ao Najib” em malaio.
3মালয় ভাষায় #তানইয়ানাজিব মানে ‘নাজিবকে জিজ্ঞাসা কর'। সাম্প্রতি নাগরিকদের সাথে যোগাযোগের জন্য তিনি তাঁর ব্লগ,ফেসবুক ও টুইটার ব্যবহার শুরু করেছেন, এই যোগাযোগের মধ্যে তার অনলাইন বন্ধুদের সাথে “আড্ডাও” অন্তর্ভূক্ত।Nos últimos tempos, o Primeiro-Ministro tem usado as mídias sociais, como o seu blog, a página no Facebook e o perfil do Twitter, para se comunicar com os cidadãos, inclusive contando com um encontro [en] com seus ‘amigos virtuais'.
4এটি দ্রুতই টুইটারে একটা ধারায় পরিণত হয়। নাগরিকরা প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছে।Rapidamente se tornou um trending topic (ou seja, um dos assuntos mais mencionados) no Twitter, com muitos a indagar o Primeiro-Ministro sobre uma variedade de assuntos.
5এলাইন দালি, মালয়েশিয়ার একজন বিখ্যাত সেলিব্রেটি।Elaine Daly, uma celebridade malaia, tuitou:
6তিনি টুইট করেছেন:se somos 1 Malásia, por que ainda temos que declarar ‘raça'?
7যদি আমরা সবাই “এক মালয়েশিয়ার অর্ন্তগত হই” তবে ‘দান-লেইন-লেইন'(মালয়ী,চাইনিজ অথবা ভারতীয় সহ অন্যান্য বর্ণ) থেকে শুরু করে আমাকে পর্যন্ত কেন আলাদা ‘বর্ণে' চিহ্নিত করা হয়Isso vai da ‘dan lain-lain' que sou (‘dan lain-lain' é a nomenclatura para “Outras raças que não Malaia, Chinesa ou Indiana”.
8(বেশিরভাগ সরকারি ফরমে মালয়েশীয়দের জাতিগত পরিচয়- মালয়ী,চাইনিজ,ভারতীয়, নাকি অন্য কোন বর্ণের নাগরিক তা উল্লেখ করতে হয়)Na maioria dos formulários oficiais, os malaios são obrigados a declarar sua raça - Malaia, Chinesa, Indiana ou Outra)
9জিয়া লিয়াং প্রশ্ন করেছেন:Jia Liang perguntou:
10আপনি কি মনে করেন যে আমাদের দেশে খেলাধূলার উন্নয়নে আরও অর্থ ব্যয় করা উচিত?você acha que mais dinheiro deveria ser destinado ao fomento de esportes em nosso país?
11আমাদেরকে সেরকম প্রতিশ্রুতিই দেওয়া হয়েছিল।Nós já demonstramos potencial.
12শিশিয়াদি প্রশ্ন করেনShisheewady perguntou:
13(কখন কুচিনে লাইট রাপিড ট্রানজিট [এল আর টি] তৈরি হবে, সম্প্রতি সারওয়াকের মত কুয়ালালামপুরে ম্যাস রাপিড ট্রানজিট [ এল আর টি] প্রকল্প তৈরি করা হয়েছে?Quando é que os Veículos Leves sobre Trilhos (VLT) para o transporte público vão ser construídos em Kuching, Sarawak, como o projeto de Transporte Metropolitano a ser implantado atualmente em Kuala Lumpur?
14এথানে যান চলাচল পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে।)O tráfego aqui está piorando.
15কিউয়েনসিম, সমালোচনামূলক প্রশ্ন করার সুযোগ গ্রহণ করার বদলে মালয়েশিয়ানরা বারবার অর্থহীন এবং সংবেদনশীল প্রশ্ন করছে।Qiwenism todavia usou a oportunidade para reprimir os malaios que haviam postado perguntas aparentemente irrelevantes ou delicadas.
16কথা বলার এই সুযোগ মালয়েশীয়দের গ্রহণ করা উচিত, তারা কতটা বোধহীন এবং অপরিণত তা প্রদর্শন করার দরকার নেই…..Os malaios deveriam ter aproveitado a chance para se pronunciar, e não para mostrar o quão superficiais e imaturos são…
17সংবাদ পোর্টাল মালয়েশিয়াকিনি প্রধানমন্ত্রীকে পাঠানো কয়েকটি টুইট উল্লেখ করেছে:O portal de notícias Malaysiakini também destacou [en] alguns dos tweets enviados:
18@আলেফুস: রোসমাহ-র (প্রধানমন্ত্রীর স্ত্রী) চুলের রহস্য কি?@aleffush: O que tem no cabelo da Rosmah?
19@ডাউসডজ: আপনার রসালো টুকটুকে গোলাপী ঠোঁটের পেছনে রহস্য কি?[Rosmah Mansor, esposa do primeiro-ministro] strong>@dawsydozz: Qual é o segredo por trás de seus lábios fartos e rosados?
20@আইডিজয়ান৮৮: আমি এতটা বুদ্ধিমান নই যে নাজিবকে প্রশ্ন করব, কিন্তু আতি বুদ্ধিমান হয়ে তাকে অর্থহীন প্রশ্ন করে তার সময় নষ্ট করতে চাই না।@idzwan88: Não sou inteligente o bastante para fazer boas perguntas a Najib, mas não vou desperdiçar o tempo dele dando uma de espertinho.
21প্রাপ্তবয়স্ক হও!Cresçam!
22@ডিয়ারফারদৌস: কেন মালয়েশীয়রা বেবুনের মত আচরণ করছে?@dearfirdaus: Por que os malaios estão agindo como babuínos?
23#তানইয়ানাজিবে গিয়ে নিজের চোখে দেখুন।Veja por si mesmo em #tanyanajib.
24যথাযথভাবে মানুষ না করার কারণে এমনটা হয়েছে?Educação na infância que deixou a desejar?
25@জয়ং২৮: কেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজনীতি করতে পারে না, যেখানে ১৪ বছর বয়স্ক একজন নাগরিক বিয়ে করতে পারে?@jayong28: Por que aos estudantes universitários é proibido o envolvimento em política, mas um jovem de 14 anos pode casar?
26@ব্লুসজহোয়াইটহাট: আপনি কি কখনো এই সব প্রশ্নের উত্তর দিতে পারবেন?@bluswhitehat: O senhor vai de fato conseguir responder essas perguntas?
27ব্লগার থমাস চাই বেশ কিছু প্রশ্নের কথা উল্লেখ করেছেন এবং প্রশ্ন করেছেন এবং আশা করেছেন যে প্রধান মন্ত্রী সবগুলো প্রশ্নের উত্তর প্রদান করবেন।O blogueiro Thomas Chai também destacou alguns dos questionamentos feitos e tem esperança que o Primeiro-Ministro vai estar comprometido em responder cada questão.
28এখানে কিছু প্রশ্ন বেশ ভালো এবং কিছু টুইট অর্থহীন এবং এর সাথে কিছু প্রশ্ন রয়েছে, যেগুলো ব্যাঙ্গাত্মক।Há muitas perguntas tuitadas que são boas, enquanto umas nem são tão interessantes e outras são muitos satíricas.
29আমি আশা করব যে প্রধানমন্ত্রী সময় নিয়ে এই কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেবেন, যদি তিনি সত্যি তার স্বদেশের উন্নতি চান।Eu de fato espero que o Primeiro-Ministro vá usar seu tempo para responder essas perguntas difíceis, mas valiosas, se ele sinceramente quiser melhorar as coisas aqui internamente.
30টুইটার ছাড়াও প্রধামন্ত্রী তার ফেসবুকে রাখা প্রশ্নের উত্তর প্রদান করেছেন।Além do Twitter, o primeiro-ministro também vai responder perguntas feitas no perfil do Facebook.
31তবে এখন এই প্রশ্নোত্তর পর্ব বন্ধ রয়েছে। জনাব.Atualmente, porém, a sessão já está encerrada.
32নাজিব এখন আর কোন প্রশ্নের উত্তর প্রদান করছেন না, এবং তিনি জানাননি যে, কখন তিনি বাকী প্রশ্নের উত্তর প্রদান করবেন।O senhor Najib ainda não começou a responder as perguntas e nem indicou quando pretende fazer isso.