# | ben | por |
---|
1 | মায়ানমার: অঙ সান সু কির জন্মদিনে শুভেচ্ছা | Mianmar: Votos de Feliz Aniversário para Daw Aung San Suu Kyi |
2 | মায়ানমারের অনেক ব্লগার বিরোধী দলীয় নেত্রী মাননীয়া অঙ সান সু কির ৬২তম জন্মদিন (১৯শে জুন ২০০৭) উপলক্ষে তাদের শুভেচ্ছা পাঠিয়েছে। | Nessa semana, vários blogueiros de Mianmar estão celebrando e mandando cumprimentos à líder da oposição da Birmânia, Daw Aung San Suu Kyi, por seu aniversário de 62, dia 19 de junho de 2007. |
3 | বহু বছর ধরে মায়ানমারের জনপ্রিয় গনতন্ত্রকামী নেত্রী নোবেল পুরস্কার বিজয়ী অঙ সান সু কি গৃহবন্দী অবস্থায় তার জন্মদিন উদযাপন করছেন। | Por anos, a famosa líder pró-democracia do país, laureada pelo prêmio Nobel, Aung San Suu Kyi, tem que celebrar seu aniversário sob prisão domiciliar. |
4 | প্রতি বছরই তার মুক্তির জন্যে প্রচুর লোক আশা প্রকাশ করে থাকে কিন্তু এখন পর্যন্ত তাদের আশার বাস্তবায়ন হয়নি। | Todos os anos, o povo pede sua libertação, mas até agora, todos os pedidos foram em vão. |
5 | এটি অত্যন্ত দুঃখজনক যে দেশের গনতন্ত্রের জন্য তার প্রতিরোধ ও যন্ত্রনাভোগ বছরের পর বছর দ্বীর্ঘায়িত হচ্ছে। | É torturante assistir ao seu sofrimento e resistência pela fé do país. |
6 | তার এই অধ্যবসায় এবং অবিরাম প্রচেষ্টা দেশের অগনিত তরুনের শ্রদ্ধা অর্জন করেছে। | Sua persistência é profundamente admirada e o respeito por ela cresce nos corações de muitos jovens de Mianmar. |
7 | অঙ সান সু কি (ছবি স্টিভেন ব্রুকস) | Aung San Suu Kyi ( imagem de Stephen Brookes) |
8 | অনেক ব্লগারই কবিতা, গদ্য, শুভেচ্ছা ইত্যাদির মাধ্যমে তার প্রতি সমর্থন জানিয়েছে। | Muitos blogueiros escreveram poemas, ensaios, votos de felicidades e sinceras demonstrações de apoio. |
9 | নিন্মে উল্লেখযোগ্য পোষ্টগুলির একটি তালিকা দেয়া হলো: | Veja algumas das postagens de destaque. |
10 | কবিতা: | Poemas: |
11 | শুভেচ্ছা: | Bons votos: |
12 | গদ্য: | Ensaios: |
13 | এটা বেশ কৌতুহল উদ্দীপক ছিল দেখা যে লোকজন তাকে বিগত বছরগুলোতে কিবাবে সম্বোধন করেছে। | É interessante observar como as pessoas se dirigiram a ela ao longo dos anos. |
14 | তাকে লোকে মায়নমারের কন্যা, আশার কন্ঠ, নেত্রী(দ্য লেডী) এবং অন্য অনেক প্রশংসামুলক সম্বোধন করেছে। | Ela foi conhecida como A Filha da União de Mianmar, A Voz da Esperança, A Dama e houve muitas outras aclamações. |
15 | এই ৬২তম জন্মদিনে অনেক ব্লগার তাকে দেশমাতা নামে ডেকেছে। | Em seu 62º aniversário, muitos blogueiros a chamaram de Mãe do País. |
16 | ৫৪ বিশ্ববিদ্যালয় সড়ক ইয়াঙুনে অঙ সান সু কির বাড়ী (ছবি স্টিভেন ব্রুকস) | Casa de Aung San Suu Kyi na Avenida University, nº 54 em Yangoon (imagem de Stephen Brookes) |
17 | ইতিমধ্যে বার্মানেট রিপোর্ট করেছেন যে জন্মদিনের উৎসবকে নিয়ন্ত্রন করার জন্যে তার বাসার আশে পাশে বিশেষ অতিরিক্ত নিরাপত্তার আয়োজন করা হয়েছে: | Entretanto, o jornal Burmanet publicou que foi realizado um reforço na segurança à volta da casa para controlar a celebração do aniversário dela. “Three NLD's members who attended the celebration were arrested by authorities, he added. |
18 | তিনজন এন এল ডি সদস্য যারা জন্মদিনের উৎসবে এসেছিলেন তাদের গ্রেফতার করা হয়েছে। | Sources in Rangoon said that authorities began reinforcing security near Suu Kyi's Inya lakeside residence and extended barbed wire barricades on her street since Monday night. |
19 | | Other NLD members in Shwebo in Mandalay Division also were threatened by a military-backed mob that threw stones at the Mandalay NLD office and placed sharp rivets that can puncture a motorbike's tire on a road near the building, according to Tint Tint, an NLD member. “ |
20 | রেঙুনে অবস্থানরত সুত্রগুলো জানায় সু কি'র বাসার চারিদিকে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে এবং গত সোমবার থেকে তার বাসার রাস্তার আশেপাশে কাঁটাতারের বেড়া বসানো হয়েছে। | “Três membros da NLD (Liga Nacional Democrata) que apareceram na celebração foram presos pelas autoridades, ele adicionou. Fontes em Rangoon afirmam que as autoridades iniciaram um reforço na segurança próximo ao lago da residência de Suu Kyi Inya e estenderam barricadas de arame farpado na rua dela desde segunda-feira à noite. |
21 | টিন্ট টিন্ট, একজন এন এল ডি সদস্য জানাচ্ছেন মান্দালয় প্রদেশের শোয়েবোতে সামরিক বাহিনি সমর্থিত একদল লোক কর্তৃক অন্যান্য এন এল ডির সদস্যদের হুমকি প্রদান করা হয়েছে। তারা এন এল ডি অফিসে পাথর ছুড়েছে এবং মটর সাইকেলের চাকা নস্ট করার জন্যে লোহার কাঁটা রাস্তায় ছড়িয়েছে। | Outros membros da NLD em Shwebo na Divisão de Mandalay também foram ameaçados por mafiosos com apoio militar que atiravam pedras no escritório da NLD de Mandalay e colocaram rebites de ponta afiada que podem furar o pneu de uma bicicleta na estrada perto do prédio, segundo Tint Tint, um membro da NLD.” |
22 | নেত্রী (দ্য লেডী), এইসব শুভেচ্ছা ও প্রার্থনার মাঝে আপনার একটি শান্তিপুর্ন জন্মদিন পালিত হউক। | Para “A Dama” com preces e votos, esperamos que você tenha um aniversário tranqüilo. |
23 | - মে নিন ফিউ | (Texto original por May Hnin Phyu) |