Sentence alignment for gv-ben-20131010-39438.xml (html) - gv-por-20131009-47477.xml (html)

#benpor
1নিজেকে প্রকাশ করুন: মানবাধিকারের উপর ব্লগ কর্ম দিবস!Dia de Ação de Blogues sobre Direitos Humanos: Expresse sua voz
2মানবাধিকার দিবসে ফ্লিকারে আলোকিত হবার একটি ছবি।Foto para o Dia dos Direitos Humanos feita por Catching.
3সেই ২০০৭ সাল থেকেই ব্লগ কর্ম দিবস বিশ্বব্যাপী বিভিন্ন স্থানের ব্লগারদের একটি মূলমন্ত্রের উপর আসার আহ্বান জানিয়েছেঃ এক দিন, এক বিষয়, হাজার হাজার আওয়াজ।Light disponível no Flickr (CC-BY) Desde 2007, o Blog Action Day (Dia de Ação de Blogues) tem convocado blogueiros do mundo inteiro a alcançar as teclas do computador: Um dia, um tema, milhares de vozes.
4এই বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানবাধিকার - এবং দিনটি হচ্ছে ১৬ অক্টোবর।O tema deste ano é Direitos Humanos - e a data é 16 de outubro.
5ব্লগার, পডকাস্টার এবং অন্যদের যৌথ প্রচেষ্টায় সেখানে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুকে তুলে ধরা হবে - এবং একজনকে ব্যবহারের চেয়ে মানবাধিকারকে তুলে ধরার ক্ষেত্রে আর কি ভাল উপায় হতে পারে: “প্রত্যেকেরই মতামত পোষণ এবং মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।”( মানবাধিকার ঘোষণা, প্রবন্ধ ২০)Em um esforço conjunto, blogueiros, “podcasters” (quem faz podcasts) e outros irão destacar esse importante assunto mundial - e de que melhor maneira chamar atenção para os direitos humanos do que usando um deles: “Toda pessoa tem direito à opinião e liberdade de expressão” (Declaração dos Direitos Humanos, Artigo 19).
6গ্লোবাল ভয়েসেসে আমরা প্রায়ই মানবাধিকার, বিশেষ করে সেন্সরশিপ, নজরদারি এবং অনলাইনে বাক স্বাধীনতার সম্পর্ক নিয়ে আলোচনা করি।No Global Voices, muitas vezes, discutimos direitos humanos, especialmente em relação à censura, vigilância e liberdade de expressão online.
7আমরা একটা বিষয় সম্পর্কে চিন্তা এবং কথা বলার জন্য একটি দিনকে উত্সর্গ করার অপেক্ষায় থাকলাম যেটি এখনও প্রাসঙ্গিকতা হারায়নি বলে মনে হয়।Mal podemos esperar por um dia para se dedicar a pensar e falar sobre um tema que parece nunca perder a importância.
8২০১৩ সালে ১১৪ টি দেশ থেকে ১,৩৭৭ টি ব্লগ এ পর্যন্ত ​​ব্লগ ​​অ্যাকশন ডে'তে অংশ নিতে নিবন্ধিত হয়েছে।Até agora, 1.377 blogs de 114 países se inscreveram para participar do Dia de Ação de Blogues 2013.
9আজই আপনার ব্লগ নিবন্ধন করুন এবং বিশ্বব্যাপী কথোপকথনে যোগ দিন!Registre seu blog hoje, e junte-se à conversa global!
10এই বছরের জন্য ট্যাগগুলো হচ্ছে #বাড১৩, #মানবাধিকার, # ১৬অক্টোবর।As tags para este ano são # BAD13 , # humanrights , # Oct16 .
11স্বাভাবিকভাবেই, আমরা সারা বিশ্বের গ্লোবাল ভয়েসেসের লেখকদের অবদানসমূহের তালিকা প্রস্তুত করা যাবো - সঙ্গে থাকুন!Como sempre, iremos fazer uma lista com as contribuições dos autores do Global Voices do mundo inteiro - fique atento!