Sentence alignment for gv-ben-20101228-14269.xml (html) - gv-por-20110114-14345.xml (html)

#benpor
1যুক্তরাষ্ট্র: আদিবাসী যুব প্রচার মাধ্যম প্রকল্প ইতিহাস পুনরুদ্ধার করছেEUA: Projeto de Mídia Jovem Indígena Recupera a História
2ভিডিও, নাভায়ো ইনডিয়ান সম্প্রদায়ের তরুণদের সাথে তাদের পূর্বপুরুষদের এক যোগাযোগ আর জাতির ইতিহাস জানার মাধ্যমে পরিণত হয়েছে, যা, এক হলুদ রমণীর গল্প নামক ভিডিওর মাধ্যমে জানা যাচ্ছে।Para uma comunidade Navajo, o vídeo se tornou uma maneira de conectar os jovens aos seus ancestrais e à história do seu povo através da estória da Mulher Amarela.
3ভিডিও নির্মাণের সময় কামিলে মানিবেডস তাসো।Camille Manybeads Tso durante a filmagem
4ওয়েভস অফ চেঞ্জ আমাদের রাচেল তাসোর গল্প বলছে, যে নারী অট্টা ইয়োর ব্যাকপ্যাক মিডিয়া (তোমার পিঠে বহন করা প্রচার মাধ্যম) নামক প্রতিষ্ঠানের এক প্রকল্পের মাধ্যমে আদিবাসী তরুণদের চলচ্চিত্র নির্মাণ এবং তা কি ভাবে প্রচার মাধ্যমে বিতরণ করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে।Waves of Change [Ondas de Mudança, en] nos fala sobre Rachel Tso que, através do seu trabalho com a Outta Your Backpack Media [Mídia saindo da sua mochila, en], treinou jovens indígenas na produção de filmes e distribuição de mídia.
5এই বিশেষ কাজ, আমাদের কামিলে মানিবেডস তাসো নির্মিত এক গল্পের ভেতরে নিয়ে যায়, যা তার দাদীর মায়ের গল্প এবং এর মধ্যে দিয়ে সে এক তারুণ্য নির্ভর পুরষ্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাণ করে, যার নাম: এক হলুদ রমণীর পদক্ষেপের মাঝে (ইন দি ফুটস্টেপ অফ ইয়োলো ওমেন)।Neste exemplo em particular, isto levou Camille Manybeads Tso a produzir a estória de sua bisavó, resultando no premiado filme jovem: In the Footsteps of Yellow Woman (Nos passos de uma Mulher Amarela).
6এই চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়ায়, রাচেল ২টি ভিন্ন ভিন্ন ভিডিও ধারণ করেছে, যা প্রদর্শন করে চলচ্চিত্র নির্মাণের ধাপগুলোকে। এটি তার গবেষণার বিষয়ও বটে।O processo de construção do filme foi documentado pela Rachel em dois vídeos, mostrando os distintos passos dados para chegar a este objetivo de mídia estabelecido, que é também a sua tese.
7অট্টা ইয়োর ব্যাকপ্যাক মিডিয়া আদিবাসী যুব সম্প্রদায়কে ভিডিও নির্মাণ এবং সেগুলোকে প্রচার মাধ্যমে বিতরণে সাহায্য করে থাকে। এই সব ভিডিও তাদের আগ্রহের সাথে সম্পৃক্ত এবং এগুলো তাদের চেতনা এবং কণ্ঠস্বরে প্রতিচ্ছবি।Outta Your Backpack Media ajuda a juventude indígena a produzir e distribuir mídia relevante para os seus interesses e a refletir suas preocupações e suas vozes.
8আপনি অট্টা ইয়োর ব্যাকপ্যাক-এর আরো ভিডিও, তাদের ইউটিউব চ্যানেল দেখতে পাবেন।Você pode ver mais dos seus vídeos no canal do YouTube.