Sentence alignment for gv-ben-20140426-42978.xml (html) - gv-por-20140426-54808.xml (html)

#benpor
1ইথিওপিয়ায় ব্লগিং কালেকটিভের ছয় জন সদস্য গ্রেপ্তারSeis blogueiros são presos na Etiópia
2২৫ এপ্রিল তারিখে আদ্দিস আবাবায় ৬ জন ব্লগারকে আটক করা হয়।Seis blogueiros presos em 25 de abril em Addis Abeba.
3ছবিঃ ফেসবুক, এন্ডাল্কের মাধ্যমে সংযোজিত।Fotos do Facebook, montagem de Endalk.
4গত ২৫ এপ্রিল তারিখে জোন নাইন ব্লগিং কালেকটিভ [পিএম] এর ছয় জন সদস্যকে ইথিওপিয়ায় গ্রেফতার করা হয়েছে।Em 25 de abril, seis membros do coletivo de blogueiros Zone 9 [am] foram detidos na Etiópia.
5গ্রুপটি জানিয়েছে, দেশটির রাজধানী শহর আদ্দিস আবাবার মায়েকেলায় আটক কেন্দ্রে তাঁদের এখন রাখা হয়েছে।Segundo aliados, eles estão presos em Maekelawi, penitenciária da capital Addis Abeba.
6গ্রেপ্তারের সংবাদটি প্রথমে টুইটারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সহকর্মী ব্লগার এবং সামাজিক মিডিয়া ব্যবহারকারীরা গ্রেফতারকৃতদের জন্য তাঁদের সমর্থন জানান এবং এর পর আর কি হতে পারে সে ব্যাপারে তাদের নিজেদের ভয় প্রকাশ করেন।A notícia das prisões vazou primeiro no Twitter, onde colegas blogueiros e usuários de redes sociais manifestaram apoio aos presos e expressaram estar também medo com do que pode estar por vir.
7আদ্দিস আবাবায় বসবাসকারী লেখক বিস্রাত টেশোমি টুইট করেছেন:O escritor Bisrat Teshome, morador de Addis Abeba, disse:
8সাংবাদিক ও ব্লগারদের উপর এপিআরডিএফ এর গলাবাজির ব্যাপারে আমি আতঙ্কগ্রস্ত।Assustado com a retórica do EPRDF contra jornalistas e blogueiros.
9আমার দরজায় সন্ধ্যা ৭ টার সময় যখন নক করা হয় তখন আমি প্রায় ভয়ে থাকি।Quase desmaiei quando bateram à minha porta às 19h.
10মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইথিত্তপিয়ার সাংবাদিক জেরিহুন তেস্ফায় লিখেছেন:#Ethiopia Zerihun Tesfaye, jornalista etíope vivendo em exílio nos Estados Unidos, disse:
11যখন প্রায় সব সাহসী এবং সমালোচনামূলক বন্ধুদের তাদের সক্রিয়তার জন্য কারাগারে পাঠানো হবে তখন আপনি নিদারুণভাবে নিঃসঙ্গ ও অসহায় বোধ করবেন।Tempo em que nos sentimos desesperadamente sós e desamparados quando quase todos os amigos corajosos e críticos estão sendo presos por causa de seu ativismo
12২০১২ সালে গঠনের পর থেকে জোন নাইন গ্রুপ ক্ষমতাসীন সরকারের নীতি ও কাজের উল্লেখযোগ্য সমালোচনা করে আসছে।Formado em 2012, o grupo Zone 9 faz duras críticas quanto a decisões políticas e práticas do atual governo.
13দেশে রাজনৈতিক নিপীড়ন সম্পর্কে সচেতনতা বাড়াতে আমরা অনলাইন প্রচারাভিযানের প্রচেষ্টা চালিয়েছি।Conseguimos realizar campanhas online, em um esforço para aumentar a conscientização sobre a repressão política no país.
14এছাড়া আমরা স্থানীয় পাঠকদের জন্য আন্তর্জাতিক সংবাদ অনুবাদ করে পরিবেশন করি - গ্লোবাল ভয়েসেসের সঙ্গে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে, দুই বছর আগে আমরা আমহারিক গ্লোবাল ভয়েসেস চালু করি।Também nos dedicamos à tradução de notícias internacionais para o público local, por meio de nossa parceria com a Global Voices, que lançou o Global Voices em Amárico, há dois anos.
15প্রধানমন্ত্রী মেলেস জেনায়ি এর মৃত্যুর পর থেকে আমাদের উপর সরকারের নজরদারি আছে বলে আমরা বিশ্বাস করি।Acreditamos que somos alvo de vigilância do governo etíope desde a morte do primeiro-ministro Meles Zenawi.
16আমরা জেনায়ি'র তথাকথিত অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য সাফল্য সম্পর্কে সমালোচনামূলক নিবন্ধ লিখেছি।Escrevemos artigos críticos sobre o chamado desenvolvimento econômico e outras obras de Zenawi.
17যেখানে তিনি অনুকূল প্রতিবেদন পেয়েছেন, সেখানে আমরা দেখিয়েছি, তার কৃতিত্ব সন্দেহজনক।Enquanto ele recebia cobertura favorável de muitos veículos de imprensa, temos mostrado que suas realizações são duvidosos.
18​​আমাদের দলের যে সব সদস্যদের আজ গ্রেপ্তার করা হয়েছে এখনও পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোন অভিযোগে জারি করা হয়নি।Até a noite de hoje, nenhuma acusação havia sido formulada contra os membros do nosso grupo que foram presos hoje.
19দুর্ভাগ্যবশত, এই ধরণের গ্রেপ্তার তাদের এটিই প্রথম নয়।[VER NOTA DE ATUALIZAÇÃO ABAIXO.] Infelizmente, essas prisões não são as primeiras do tipo.
20আদ্দিস আবাবার শহরতলিতে কালিটি নামের একটি বৃহৎ কারাগার আছে, যেখানে অনেক রাজনৈতিক বন্দীদের বর্তমানে আটক রাখা হয়েছে।Nos subúrbios de Addis Abeba, há uma grande prisão chamada Kality onde muitos presos políticos estão atualmente detidos, entre eles jornalistas Eskinder Nega e Reeyot Alemu.
21যাদের মধ্যে সাংবাদিক ইস্কান্দার নেগা এবং রিয়ট আলেমু রয়েছেন।Os jornalistas nos contaram muitas coisas sobre o presídio e suas condições terríveis.
22Kality é dividido em oito zonas diferentes, sendo que a última delas - Zona Oito - é dedicada a jornalistas, ativistas de direitos humanos e dissidentes.
23এই সাংবাদিকরা আমাদের সেই কারাগার এবং এর ভয়াবহ অবস্থা সম্পর্কে অনেক কিছু বলেছেন।Quando nos unimos, decidimos criar um blog para a prisão notória em que todos os etíopes vivem: esta é Zona Nove.
24কালিটি কারাগারটিকে আটটি ভিন্ন অঞ্চলে ভাগ করা হয়েছে, যেটির সর্বশেষ হচ্ছে - আট নম্বর জোন।ATUALIZAÇÃO (2 de maio de 2014): No sábado 26 de abril, dois outros jornalistas, Edom Kassaye e Asmamaw Hailegeorgis, foram detidos.
25সেখানে সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিদ্রোহীদের রাখা হয়।Kassaye é também tradutor do Global Voices.
26Segundo relatos, os dois estão detidos na penitenciária Maekalawi, junto com os blogueiros Befekadu Hailu, Atnaf Berahane, Natnael Feleke, Mahlet Fantahun, Zelalem Kibret, Abel Wabela e o jornalista Tesfalem Weldeves, também presto em 25 de abril.
27যখন আমরা একসাথ হই, তখন আমরা প্রবাদতুল্য এই কারাগারটির জন্য একটি ব্লগ তৈরি করার সিদ্ধান্ত নিই, যেখানে সব ইথিওপিও বাসী বাস করে: আর সেটি হচ্ছে নয় নম্বর জোন।No domingo 27 de abril, todos os nove foram acusados de “trabalhar com organizações estrangeiras que se dizem ativistas de direitos humanos e… de receber financiamento para incitar a violência pública através das redes sociais.”
28De acordo com contatos locais, eles não foram autorizados a ver suas famílias ou advogados.