# | ben | por |
---|
1 | যুদ্ধের থিয়েটার: গাজায় বোমাবর্ষণ দেখতে পাহাড়ের চূড়ায় ইজরায়েলিরা | Teatro de Guerra: Foto captura israelenses “assistindo” Gaza ser bombardeada |
2 | সডেরটে সিনেমা দেখা চলছে। | Cinema de Sderot. |
3 | গাজার সর্বশেষ দুরবস্থা দেখতে সডেরটের পাহাড় চূড়ায় ইজরায়েলের জনগণ উঠে এসেছে। | Israelenses trazendo cadeiras para um morro em Sderot para assistir o que acontece em Gaza. |
4 | গাজায় বিস্ফোরণের শব্দ শোনামাত্র তাঁরা হাত তালিতে মেতে উঠছে। | [Eles] aplaudem sempre que uma explosão é escutada. |
5 | ডেনিশ সাংবাদিক অ্যালান সোরেন্সন টুইটারে এই ছবিটি পোস্ট করেছেন, যেখানে অধিবাসীদের গাজার উপর বোমাবর্ষণ করা পর্যবেক্ষণ এবং উদযাপন করতে দেখা যাচ্ছে। | O jornalista dinamarquês Allan Sørensen postou esta imagem no Twitter, nela vemos residentes de Sderot assistindo e celebrando o bombardeamento de Gaza. |
6 | ইসরায়েলি শহর সডেরটের একটি পাহাড়ের চূড়া থেকে (৯ জুলাই) গত বুধবার রাতে ছবিগুলো তুলেছেন বলে সোরেন্সন নিশ্চিত করেছেন। | Sørensen confirmou ter tirado a foto na noite de quarta (9 de julho) em um morro na borda da cidade israelense de Sderot. |
7 | সোরেন্সন হচ্ছেন ডেনিশ সংবাদপত্র ক্রিস্টেলাইট ডাগব্লাড এর মধ্যপ্রাচ্য সংবাদদাতা। | Sørensen é o correspondente para o Oriente Médio do jornal dinamarquês Kristeligt Dagblad. |
8 | টেলিগ্রাফের মত কিছু পশ্চিমা সংবাদমাধ্যম বলছে, গাজা থেকে নিক্ষেপিত মিসাইল ও রকেটের আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে সডেরট। | Alguns veículos de mídia ocidental, como o Telegraph,disseram que Sderot estadia sob ataque de mísseis e foguetes vindos de Gaza. |
9 | সোরেন্সনের এই ছবি গ্রহণের সময় গত ৯ জুন তারিখে টেলিগ্রাফে প্রকাশিত “ইসরায়েলের সম্মুখ শহর সডেরট মিসাইলের আঘাতে বিধ্বস্ত” নিবন্ধে বলা হয়েছে, “গাজা থেকে মাত্র এক মাইল দূরে অবস্থিত ‘রকেটের শহর' এর অধিবাসীরা মিসাইল গোলাবর্ষণের ভীতিকর বর্ণনা দিয়েছেন।” | O artigo “Israel's front line town of Sderot battered by missiles” [Sderot, cidade na linha de frente israelense é atingida por mísseis, en], publicado pelo Telegraph [en] em 9 de julho, mais ou menos no momento em que Sørensen tirava sua foto, disse que “cidadãos da “cidade dos foguetes” ha apenas uma milha de Gaza descrevem o medo de viver sob chuva de mísseis” |
10 | সডেরটের জনসংখ্যা ২৪,০০০ জন এবং শহরটি পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। | Sderot tem uma população de 24 mil pessoas e cobre uma área de cinco quilômetros quadrados. |
11 | এই সপ্তাহের প্রথম দিকে ইসরাইল গাজার বিরুদ্ধে ব্যাপক “অপারেশন ডিফেন্সিভ এজ” চালু করেছে, যার ফলে এ পর্যন্ত ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। | No começo da semana, Israel lançou a massiva “Operação Escudo Protetor” contra Gaza que já deixou mais de 80 palestinos mortos, [en] muitos dos quais mulheres e crianças. |
12 | এদের বেশীর ভাগই নারী ও শিশু। ২০০৭ সাল থেকে এ অঞ্চল শাসন করা হামাস গাজা থেকে ইজরায়েলে মিসাইল হামলা করেছে। | De Gaza, o Hamas, que governa a região desde 2007, lançou mísseis em direção à Israel [sendo que 2/3 destes mísseis foram interceptados antes de atingir qualquer alvo]. |
13 | জুলাই এর তারিখে ইসরাইলী কর্মকর্তারা রিপোর্ট করেছেন, এতে কোন ইজরায়েলি নিহত হননি। | Em 11 de julho, autoridades israelenses informaram [en] que nenhum israelense havia sido morto por razão dos mísseis palestinos. |
14 | যুক্তরাষ্ট্রের সাহায়তায় তৈরি আইরন ডোম বায়বীয় প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইসরাইলে আসা বেশিরভাগ রকেটেই কোন গুরুতর ক্ষতি হয়নি। গার্ডিয়ান অনুযায়ী, প্রতিরক্ষা ব্যবস্থাটি এ পর্যন্ত অন্তত ৭০ টি প্রজেক্টাইলকে রূদ্ধ করেছে। | A maior parte dos mísseis atirados contra Israel n]ao causaram grandes danos, em grande parte devido ao sistema de defesa Iron Dome [Cúpula de Ferro], financiado pelos EUA, que interceptou pelo menos 70 projéteis [en] até o momento, de acordo com o Guardian. |