# | ben | por |
---|
1 | ভিডিও: অনলাইন ভিডিও প্রতিযোগীতা রেসপন্সিবল কনজামশান কালচার-এর বিজয়ীর নাম ঘোষণা | Vídeo: Concurso Online de Vídeos sobre Consumo Responsável tem seu Vencedor |
2 | চতুর্থ রেসপন্সিবল কনজামশন কালচার (আন্তর্জাতিক দায়িত্বশীল ভোক্তা সংস্কৃতি) অনলাইন সংক্ষিপ্ত চলচ্চিত্র প্রতিযোগিতার বিজয়ীকে নির্বাচিত করা হয়েছে। | [Nota da Tradutora: Todos os links em espanhol] O 4o Concurso Internacional de Curtas Online para a Cultura de Consumo Responsável tem seu vencedor. |
3 | ইকোডেস এবং এরাগন (স্পেনের উত্তর-পূর্বাংশের এক স্বায়ত্তশাসিত এলাকা)-এর সরকারের সাধারণ ভোক্তা নির্দেশক বিভাগ (জেনারেল ডিরেকশন অফ কনজামশন) এই প্রতিযোগিতার আয়োজক। | |
4 | স্পেন এবং ল্যাটিন আমেরিকার স্প্যানিশ ভাষায় নির্মিত সংক্ষিপ্ত তথ্যচিত্র নির্মাতাদের ছবি জমা দেবার আহ্বান জানায়। চূড়ান্ত ১০ জন আন্তর্জাতিক প্রতিযোগীর মাঝ থেকে কলম্বিয়ার একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র বিজয়ী হয়েছে। | Este concurso, organizado pela ECODES e pela Direção Geral de Consumo do Governo de Aragão, abriu inscrições para curtas-metragens em espanhol produzidos pela Espanha e América Latina. |
5 | এই ১০ জন চূড়ান্ত প্রতিযোগী স্পেন, ব্রাজিল এবং কলম্বিয়ার বিভিন্ন এলাকা থেকে এসেছে। | Um curta colombiano foi escolhido como o vencedor dos 10 finalistas internacionais. |
6 | নীচের ভিডিওটি প্রতিযোগিতায় বিজয়ী ভিডিও। এর নাম দি রিসিসেলেটা। | Os dez finalistas eram de diferentes regiões como Espanha, Brasil e Colômbia. |
7 | এটি দেখাচ্ছে কি ভাবে প্রতিবেশের সাথে মিশে না চলার ফলে, তা কঠিন, কিন্তু প্রয়োজনীয় পরিণতি ডেকে আনতে পারে। পরবর্তী ভিডিওগুলো প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত কিছু ভিডিও। | A seguir, o vídeo vencedor: A Recicleta mostra como não viver a partir de nossos recursos ecológicos pode resultar pode resultar em ações drásticas, porém necessárias. |
8 | পরবর্তী ভিডিওটির শিরোনাম প্লাস্টিক। | Os vídeos a seguir são de alguns finalistas. |
9 | এটি স্পেনের জারাগোজা নামক এলাকা থেকে এসেছে। | Este próximo vídeo é intitulado Plástico e vem de Zaragoza, Espanha. |
10 | এটা খেলার ছলে দেখাচ্ছে, কেমন করে সাধারণ প্লাস্টিকের তৈরি বাজারের ব্যাগ আমাদের বাসগৃহ দখল করে ফেলছে। | De forma divertida, ele nos mostra como o saco plástico de compras simples pode dominar a nossa casa. |
11 | আমাদের অ্যাপার্টমেন্টে এই সমস্ত ব্যাগ যে কোন জায়গায় ফেলে দিতে পারি কিন্তু আমাদের এই গ্রহ থেকে সেগুলোকে সরিয়ে অন্য কোথাও ফেলে দিতে পারি না। | Em um apartamento, podemos levar nossas bolsas para outro lugar, mas no planeta, não podemos jogá-las em qualquer canto: |
12 | ব্রাজিল থেকে আসা তথ্যচিত্র ইনডিভিজুয়াল চয়েসও পুরষ্কারের লক্ষ্য আগাচ্ছিল। | Do Brasil, Escolha Individual também concorreu ao prêmio. |
13 | এই ভিডিওটি প্রদর্শন করেছে, পরিবেশের প্রতি দায়িত্বশীল হবার জন্য প্রতিদিন আমরা যে সমস্ত সিদ্ধান্ত নেই কি ভাবে সেগুলোকে উন্নত বা পরিবর্তন করা সম্ভব: | O vídeo mostra como todas as decisões que tomamos diariamente podem ser melhoradas ou modificadas para serem mais ambientalmente responsáveis: |
14 | অবশিষ্ট ভিডিওগুলো দেখতে এবং এইসব বিষয়ের পেছনের আরো কারণ এবং ভিডিওর স্রষ্টারা কারা সে সম্বন্ধে আপনি এই পাতায় জানতে পারবেন। | Você pode ver o resto dos vídeos e saber mais sobre os conceitos por trás deles e seus criadores através desta página. |