# | ben | por |
---|
1 | মিশরঃ আলেকজান্দ্রিয়ার ঐতিহাসিক বইয়ের বাজার নিরাপত্তা বাহিনী কতৃক ধ্বংস | Egito: Forças de Segurança Destroem Mercado de Livros Histórico de Alexandria |
2 | মিশরিরা আজ (৭ই সেপ্টেম্বর, ২০১২) সকালে আলেকজান্দ্রিয়ার নবী দানিয়াল সড়কের বইয়ের দোকানগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ধ্বংসের খবর পেয়ে জেগেছেন। | Na manhã de 7 de setembro de 2012, os egípcios acordaram com a notícia da destruição, pelo Ministério do Interior, de livrarias situadas nas calçadas da rua do Profeta Daniel, em Alexandria. |
3 | ঊষাকালে এই বহিরাক্রমণে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে বাম নেটনাগরিকরাও ক্রুদ্ধ। তাদের দাবি, সংস্কৃতির উপর এটি একটি চলমান যুদ্ধ। | A batida policial, que aconteceu ao amanhecer, deixou os internautas revoltados com a Irmandade Muçulmana, que, para eles, está travando uma guerra contra a cultura. |
4 | নিরাপত্তা বাহিনী দোকান এবং বই ধ্বংস করেছে। এর ফলে বইয়ের অমূল্য সংগ্রহ এবং সংস্কৃতির একটি সম্পদ ধ্বংস করা হল। | Forças de segurança destruíram quiosques e livros, danificando coleções inestimáveis de livros e patrimônio cultural. |
5 | ডঃ সাদিয়া মিটওয়ালি এই আক্রমণের বিরোধিতা করেছেন [আরবী]: | A Dra. Shadia Metwally se opõe à batida [ar]: |
6 | @সাদিয়ামেটওয়ালিঃ নবী দানিয়াল এলাকার বইয়ের দোকানগুলোতে আক্রমণ করা ছিল ভুল, যেখানে রাস্তার অন্য পার্শ্বে চা, কফি এবং পুরনো চেয়ার রয়েছে। | @shadiametwally: É errado atacar livrarias na área da rua do Profeta Daniel, enquanto outras calçadas, onde se vendem chá e café em velhas cadeiras, são poupadas. |
7 | সেগুলো ছিল সেই ধরণের বইয়ের দোকান যেগুলো সংস্কৃতির একটি সম্পদ স্থাপন করেছিল। | Essas livrarias abrigavam um patrimônio cultural |
8 | শেহরাজাদে ছাত্রদের সম্পর্কে উদ্বিগ্ন যারা মনে পীড়ন অনুভব করবেঃ | Schehrazade demonstra preocupação com os estudantes, que sentirão as consequências: |
9 | @_শেহরাজাদে: আমি ভাবতে পারছি না, বিশ্ববিদ্যালয়ের গরীব ছাত্ররা কিভাবে তাদের বই সংগ্রহে সমর্থ হবে। | @_Schehrazade: Eu não consigo imaginar como pobres estudantes universitários farão para comprar livros agora. |
10 | প্রকৃতই একটি সবচেয়ে বিদ্বেষপূর্ণ আচরণ। | Realmente foi um ato de má-fé |
11 | পুলিশের আক্রমণের পর আলেকজান্দ্রিয়ার নবী দানিয়াল সড়কের হামীদ এর বইয়ের দোকানের ধ্বংসাবশেষ। | O que restou da livraria de Hameedo na rua do Profeta Daniel em Alexandria, após uma batida policial. |
12 | টুইটারে ছবিটি শেয়ার করেছেন হেবা ফারুক। | Foto compartilhada por Heba Farooq no Twitter |
13 | হেবা ফারুক মাহফুজ ব্যাখ্যা করেছেনঃ | Heba Farouk Mahfouz explica: |
14 | @হেবাফারুকঃ রাজাব হামীদের বইয়ের দোকানটি ছিল একটি ব্যাক্তিগত সরু গলিতে, সড়কের পাশে নয়। এছাড়া তাঁর ৩৪ বছর ধরে দোকান চালানোর অনুমতি থাকা সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দোকানটি ভেঙ্গে দিয়েছে। | @HebaFarooq: O quiosque de Rajab Hameedo estava em uma via privada, não na rua, e, apesar de possuir uma licença há 34 anos, ele foi destruído pelo Ministério do Interior |
15 | ধ্বংসযজ্ঞের পরপরই তিনি ছবিটি তুলে পোস্ট করেছেন। | Ela compartilha a fotografia acima, que mostra a destruição. |
16 | ওয়ালীদ টুইট করেছেনঃ | Waleed tuíta: |
17 | @উইলোএজিঃ আপনারা খুব সাধারণ বিক্রেতাদের জীবিকা অর্জনের উপায় ধ্বংস করে দিয়েছেন এবং গরীব লোকদের পড়াশুনার আনন্দ অনুধাবন করা থেকে বঞ্চিত করেছেন। | @WilloEgy: Vocês destruíram o ganha-pão de simples vendedores ambulantes e impediram pessoas pobres de ler, na sua busca por felicidade. |
18 | এর চেয়ে নির্বুদ্ধিতার আর কিছু কি আছে? | Existe algo mais estúpido que isso? |
19 | তাঁর সাথে ওয়ায়েল বারাকাত কটাক্ষ করেছেনঃ | E Wael Barakat ironiza: |
20 | @ওয়ায়েল_বারাকাতঃ তার মানে কি এখন বই বিক্রি করা মাদকদ্রব্য বিক্রি করার মতো এবং আমরা কি এখন বই কিনবো ভিডিও টেপের আকারে? | @Wael_Barakat: Será que isso significa que agora vender livros vai ser como vender drogas e teremos que comprar livros dentro de fitas de vídeo? |
21 | আহমেদ এলসাউই প্রশ্ন তুলেছেনঃ | Enquanto isso, Ahmed Elsawy indaga: |
22 | @আহমেদ এলসাওয়ঃ সেই লোকটির কি হবে যার নীল রঙের বই বিক্রির ছোট দোকান থেকে আমি সবসময় বই কিনতাম? | @Ahmed_Elsawy: E o que acontece com o homem do quiosque azul onde eu sempre comprava livros? |
23 | আমি তাকে সবসময় দেখতাম নামাজ পরতে। | Eu sempre o encontrava rezando. |
24 | তার ছোট বইয়ের দোকানটিও কেন তারা ভেঙ্গে দিলো? | Por que também destruíram o seu quiosque? |
25 | অনেকেই মুসলিম ব্রাদারহুডকেই সরাসরি দোষী মনে করে, কেননা এদেরই এক সদস্য মোহাম্মদ মুরসি মিশরের বর্তমান প্রেসিডেন্ট। | Muitos culparam abertamente a Irmandade Muçulmana, cujo membro Mohamed Morsi é o novo presidente do Egito, pelo ataque aos livros. |
26 | তবে আনাস আবদেল আযীম কড়া জবাব দিয়ে বলেছেনঃ | Anas Abdelazeem revida: |
27 | @আনাসআবদেলআযীমঃ নবী দানিয়ালের(সড়ক) বইয়ের দোকানগুলো ভেঙ্গে দেওয়াকে আমরা যদি ধরে নিই যে মুসলিম ব্রাদারহুড আমাদের সংস্কৃতির ওপর হামলা করেছে তাহলে তা উপহাসের যোগ্য, কেননা এমন ঘটনা আরও অনেকবার ঘটেছে। | @anasabdelazeem: Considerar a destruição dos livros na [rua] do Profeta Daniela um ataque da Irmandade Muçulmana contra a cultura é ridículo, já que este é um incidente recorrente |
28 | টুইটারে আরও প্রতিক্রিয়া জানতে এই হ্যাশ ট্যাগ [আরবী] চেক করুন। | Para mais reações no Twitter, confira esta hashtag [ar]. |
29 | আক্রমনের ঠিক পরপরই তোলা কিছু ছবি আহমেদ রক তাঁর ফেসবুক পাতায় দিয়েছেন এখানে। | Ahmed Rock compartilha fotos dos resultados da batida na sua página no Facebook page aqui. |