# | ben | por |
---|
1 | দুবাই: ইরানী ব্লগার ওমিদ রেজা মিরসায়াফিকে স্মরণ | Dubai: Em Memória do Blogueiro Iraniano Omid Reza Mirsayafi |
2 | বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৪০ জন তরুণ একত্র হন দুবাই এর একটা ক্যাফেতে আর স্মরণ করেন ইরানী ব্লগার ওমিদ রেজা মিরসায়াফিকে, যিনি জেলে মারা যাওয়া প্রথম ব্লগার। | Cerca de 40 jovens de todos os quatro cantos do mundo se reuniram em um café em Dubai para lembrar o primeiro aniversário da morte do iraniano Omid Reza Mirsayafi, o primeiro blogueiro a morrer na prisão. |
3 | এই মিটিং মার্চ ১৮ এর আন্দোলন আর ওআর৩১৮ মুভমেন্টকেও তুলে ধরেছে, যা শিল্পের মাধ্যমে প্রকাশিত হয়েছে। | O encontro também refletiu no Movimento 18 de Março, OR318, através da arte. |
4 | মার্চ ১৮ আন্দোলনের একজন সদস্য জাঙ্কি এই মিটিং এর পরিকল্পনা ব্যাখ্যা করে বলেছেন: | Junkie, um membro da equipe do 18 de Março explicou o planejamento do encontro dizendo: |
5 | আমি ভাবছিলাম একটা টুইটাপ (টু্টার ব্যবহারকারীদের সম্মিলন) আয়োজন করবো (আর কমিউনিটি নির্ভর একটা শিল্প ঠিক করব বৃহষ্পতিবার ১৮ মার্চ এর প্রচারনার জন্য। | Eu estava pensando na organização de um encontro de usuários do Twitter (e aproveitando a ocasião para fazer uma comunidade de arte para o movimento na quinta, 18 de Março). |
6 | শিল্পের মধ্যে থাকবে একটা বড় ক্যানভাস যেখানে প্রচারণার সমর্থকরা একত্র হয়ে জানাতে পারবেন বাক স্বাধীনতার মানে তাদের কাছে কি। | A obra inclui uma tela grande onde aqueles que apoiam nosso movimento podem se reunir para expressar o que a liberdade de expressão significa para eles. |
7 | তারা চিত্রের মধ্যে দেখানো যায় এমন যেকোন মাধ্যম ব্যবহার করতে পারেন- ছবি, আঁকা, কবিতা বা সাধারণ “আমি বাক স্বাধীনতা চাই” ক্যানভাসে লিখে তাদের বার্তা জানানোর জন্য। | Podem usar qualquer meio de comunicação - fotografias, desenhos, poesia, ou mesmo uma simples declaração: “Quero a liberdade de expressão. MtoObrigadobai” rabiscadas em toda a tela para transmitir suas mensagens. |
8 | এখানে এই শিল্পের কয়েকটিকে পাওয়া যাবে। | Aqui estão algumas dessas criações artísticas. |
9 | সেন্সরশীপের বিরুদ্ধে | Contra a Censura |
10 | বাকপ্রকাশের স্বাধীনতার জন্য | Pela Liberdade de Expressão |
11 | এখানে দুবাই এর অনুষ্ঠান দেখানো হচ্ছে একটা ভিডিও চিত্রে: | Aqui está uma filmagem mostrando o evento em Dubai: |
12 | ওর৩১৮- মার্চ ১৮ প্রচারণা - - দুবাই সংস্করণ, আরিবা হানিফ এর সৌজন্যে ভিমিও থেকে . | OR318 - Movimento 18 de Março - Dubai Edição de Areeba Hanif no Vimeo. |
13 | মার্চ ১৮ প্রচারণা এনিমেশন ব্যবহার করে বিপুল সংখ্যক দর্শক বিশেষ করে তরুণদের কাছে পৌঁছানোর জন্য। | O Movimento 18 de Março utiliza animações para atingir uma grande audiência e um público jovem. |
14 | এদের দ্বিতীয় সংস্করণ এরই মধ্যে ৭৫,০০০ হিট পেয়েছে। | Sua segunda animação já recebeu 75.000 acessos. |
15 | এটাকে ইউটিউবের গ্লোবাল হোমপেজে ১২ই মার্চে দেখান হয়েছে। | Foi apresentada na página inicial do Youtube Global no dia 12 de Março. |