Sentence alignment for gv-ben-20090228-1748.xml (html) - gv-por-20090303-1876.xml (html)

#benpor
1ভারত: অস্কার পুরষ্কারে বাজিমাত করেছে স্ল্যামডগ মিলিওনিয়ারÍndia: Slumdog Millionaire encanta na festa do Oscar
2ভারতে রচিত একটি উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত একটি বৃটিশ সামাজিক চলচ্চিত্র ড্যানিয়েল বোয়েলের স্ল্যামডগ মিলিওনিয়ার ৮১ তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড উৎসবে একদম বাজিমাত করে দিয়েছে।Slumdog Millionaire, de Dany Boyle, um filme social britânico baseado em um romance ambientado na Índia, arrasou na 81º Cerimônia da Academia de Artes e Ciências Cinematográficas.
3এর ব্রিটিশ এবং ভারতীয় কর্মীরা সেরা চলচ্চিত্রের পুরষ্কারটি সহ মোট ৮ টি পুরষ্কার জিতে নিয়েছে।Suas equipes britânica e indiana levaram 8 Oscars, incluindo o de melhor filme.
4এটি ছিল সত্যি ভারতের দিন যেহেতু ভারতের উপর নির্মিত্ত অন্যএকটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্মাইল পিনকি'ও একটি অস্কার জিতেছে।Foi realmente um dia especial para a Índia porque ‘Smile Pink‘, um curta-documentário baseado na Índia, também ganhou um Oscar.
5হলিউডে স্ল্যামডগ মিলিওনিয়ার এর অভিনেতা অভিনেত্রীদের একটি অংশ - ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী কৌশিক এবং ব্যবহার করা হয়েছে ক্রিয়েটিভ কমন লাইস্যান্স এর অধীনে।Uma parte do elenco de ‘Slumdog Millionaire' em Hollywood- foto de Flickr User KaushiK™, usada sob licença de Creative Commons.
6সারা বিশ্বের মানুষ দেখেছে পুরষ্কার বিতরণী উৎসবটি।Pessoas de todo o mundo assistiram à cerimônia do Oscar.
7কেউ কেউ আবার সরাসরি ব্লগিং করছিল যেমন সেপিয়া মিউটিনি।Algumas estavam bloggando ao vivo durante o evento, como Sepia Mutiny.
8সরাসরি সম্প্রচারের সময় মিনিটের মধ্যে শত শত টুইটার ম্যাসেজ প্রকাশিত হয় যেখানে রাজেশের মত কণ্ঠস্বর বলে ওঠে:Havia centenas de mensagens de Twitter aparecendo de minuto a minuto durante a transmissão ao vivo, onde vozes como Raajesh disse:
9ভারত এখন পৃথিবীর কেন্দ্রবিন্দুতেRaajesh: A Índia está no centro do mundo.
10নো বর্ডার এবং বাইনারি ব্লগে প্রেরনা বলেন:Prerna, em No Borders and Binaries, disse:
11পর্যটন ভিসায় ভারতের একদল অনুপ্রবেশকারী এবং তাদের ব্রিটিশ সহযোগী এসে বহুপ্রত্যাশিত এবং সম্মানের অস্কার দেশে নিয়ে গেছে যা পৃথিবী দেখলো।Uma multidão de indianos e seus aliados britânicos com vistos de turistas levaram pra casa os cobiçados e merecidos Oscars, enquanto o mundo todo assistia.
12বিশেষ করে, একজন, এ আর রহমান বিস্মিত এবং অভিভূত করেছে সকলকে তার সুরের প্রজ্ঞায় এবং সে কথাও বলছিল তামিলে।Um em particular, A R Rahman, deslumbrou e encantou todo mundo com o seu talento musical enquanto também falava frases em tamil.
13এটা আমেরিকা, ইংরেজী ভাষা যেখানে সর্বত্র চলে!!Esse é os Estados Unidos, inglês somente!!
14এবং অবশ্যই অনেকে আছে যারা ভারতীয়দের অস্কারে অনুপ্রবেশ পছন্দ করেনি: দেখেছ?E certamente havia muitos que não gostaram da invasão dos indianos no Oscar:
15এই ভারতীয়রা সব অস্কারগুলো ঝেড়ে নিয়ে যাচ্ছে!Skineval: Cara, esses indianos estão arrasando no Oscar.
16প্রথমে নিয়েছে আমাদের কল সেন্টারগুলো, এখন অস্কারগুলো।Primeiro, nossos call centers, agora, os Oscars.
17এর পরে কি?Qual será o próximo?
18অনেক ভারতীয় ব্লগার ‘স্ল্যামডগ মিলিওনিয়ার' এর কৃতিত্বকে প্রশংসা করায় উৎসুক ছিল না।Mas muitos bloggueiros indianos não estavam muito entusiasmados em reconhecer a façanha de ‘Slumdog Millionaire'.
19এই সিনেমা সম্পর্কে অনেক ভারতীয়র মিশ্র প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে গ্লোবাল ভয়েসের আগের একটি পোষ্টে।Nós destacamos as diferentes reações de muitos indianos sobre esse filme em um post anterior no Global Voices.
20মুম্বাইয়ের অনেক বস্তিবাসী, যেখানে সিনেমাটি শুটিং করা হয়েছিল, এর বিরুদ্ধচারণ করেছে কারণ সিনেমাটিতে তাদেরকে বস্তির কুত্তা বলা হয়েছে।Muitos moradores das favelas de Mumbai, onde o filme foi rodado, protestaram porque eles foram chamados de favelados no filme.
21মিরা সিনহা লেখেন:Meera Sinha escreve:
22স্লামডগ মিলিওনিয়ার চলচ্চিত্রটি ভারতীয় দারিদ্রতার কোন সংঙ্গা মনে করে দেখা উচিৎ নয় ধরনের আবেগ সত্ত্বেও, চলচ্চিত্রটি আটটি অস্কার জেতার পর ভারতকে খ্যাতির আলোকে দেখাটা বেশ উত্তেজনাপূর্ণ।Apesar de achar que Slumdog Millionaire não deveria ser visto como um filme que fale sobre a pobreza na Índia, tem sido emocionante ver a Índia na luz da ribalta depois da vitória de 8 Oscars do filme.
23আমি আরও বেশী লেখার জন্য উদ্বুদ্ধ, কিন্তু আমি উদযাপন মুহুর্তগুলো তুলে ধরব এবং চলচ্চিত্রটি সম্পর্কে আমার নিজস্ব ধারণা সম্পর্কে বিস্তৃত বর্ণনা হতে বিরত থাকব।Estou tentada a escrever mais, mas vou me entregar à atmosfera da celebração e vou evitar de entrar em mais detalhes sobre minha opinião a respeito do filme.
24র‌্যানডম থটস অফ আ ডিমেন্টেড মাইন্ড এ গ্রেট বন্গ অতটা মুগ্ধ ছিলনা যদিও:Great Bong em Random Thoughts Of A Demented Mind não estava tão impressionado assim:
25প্রথমে বলতে হয় অ্যাকাডেমি বিচারকরা যেসব বিষয় সহানুভুতির সাথে দেখে স্ল্যামডগ মিলিওনিয়ার বেশ সুচিন্তিতভাবে এবং কার্যকরভাবে তাদের অনেকগুলিকেই তুলে ধরেছে।Primeiro, Slumdog Millionaire muito deliberadamente e efetivamente toca o ponto fraco dos jurados da Academia.
26একটি পরীক্ষায় পাশ করার জন্য, মেধায় সর্বোত্তম হওয়ার কোন প্রয়োজন নেই- এমনকি একজন গড়পড়তা ব্যক্তি অনেক ভালো করতে পারে যদি সে শিক্ষককে সন্তুষ্ট করার ‘পন্থা'টা ধরতে পারে এবং তা সীমিত পাঙ্গমতার মধ্যেও যথাযথভাবে পূরণ করতে পারে।Com o objetivo de passar numa prova, você não tem que ser necessariamente o melhor - mesmo uma pessoa normal pode se sobressair e entender o “sistema”, e fazer exatamente o que se é esperado.
27স্ল্যামডগ মিলিওনিয়ার সেটাই প্রশংসাজনক ভাবে করেছে।Slumdog Millionaire faz isso de forma admirável.
28হিতেশ বাগাই তার বিষ্ময় প্রকাশ করেছে একটি টুইটার ম্যাসেজে:Hitesh Bagai se pergunta em uma mensagem de Twitter:
29কেন ভারত/চীনের দারিদ্রতা নিয়ে একটি ছবি অস্কার পায় আর একটি হাসিখুশি বিষয়ের ছবির কোন মূল্যায়ন হয় না?hiteshbagai: Por que um filme sobre a pobreza na Índia ganha Oscars e reconhecimento enquanto um filme alegre não tem nenhuma estima?
30ইমাজিন্ড ইউনিভার্স এ লেখনী খুঁজতে চেষ্টা করেছেন “ কেনো ভারতীয়রা স্ল্যামডগ মিলিওনিয়ার কে ঘৃণা করছে?”Lekhni em The imagined Universe tenta descobrir “Por que os indianos odeiam Slumdog Millionaire?“
31আমি অবাক হই যদি চলচ্চিত্রটিতে আমদের মূল আপত্তি এই কারনেই হয়ে থাকে যে এটি ভারতের এমন এক অংশকে চিত্রায়িত করেছে যা আমরা দেখাতে চাই না।Pergunto a mim mesma se a nossa principal objeção em relação ao filme seja porque o mesmo retrata uma parte da Índia a qual preferiríamos que não fosse mostrada.
32আমরা সচারচর আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উপরে উঠে আসা মধ্যবিত্তদের উদযাপন করতে পছন্দ করি।Nós gostaríamos de festejar o nosso crescimento econômico e a nossa classe média emergente.
33আমরা আমাদের নতুন শপিং মল এবং কাচে ঘেরা দালানকে তুলে ধরতে পছন্দ করি।Nós gostaríamos de enfocar os nossos novos centros comerciais e edifícios com fachada em vidro.
34চলচ্চিত্রটি মধ্যবিত্তের উন্নতির অতকিছু দেখায়নি।O filme não mostra tanto sobre o crescimento da classe média na Índia.
35এটি দেখিয়েছে সেই অন্য ভারতকে যা আমাদের অনেকেই ভাল করে জানে না, অথবা ভাবতেও চায়না - দরিদ্র ভারতকে যা সকল সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও দরিদ্রই রয়ে গেছে।Ele mostra a outra Índia que a maioria de nós não conhece muito bem, ou que gostaria de saber mais - a Índia pobre que permaneceu pobre mesmo com o recente crescimento econômico.
36টাটভাম (ভেতরের সত্য) ব্লগে শ্রীপ্রিয়া চলচ্চিত্রটি পছন্দ করেছেন এবং লিখেছেন:Shripriya Mahesh em Tatvam (Inner Truth) amou o filme e escreve:
37কেন কোন একজন চলচ্চিত্র নির্মাতা একটি শহর বা একটি দেশকে সঠিকভাবে ফুটিয়ে তোলার বোঝাটি কাধে নেবেন?Por que um cineasta deveria ser responsabilizado por representar uma cidade ou um país?
38তিনি তো কোন ডকুমেন্টারী তৈরী করছেন না।Ele não está rodando um documentário.
39বলার মত এখানে একটি গল্প আছে।Há uma estória para ser contada.
40যা একটি শহরের সামান্য অংশে সীমাবব্ধ যা নেয়া হয়েছে একটি কাল্পনিক জীবন এর দর্শন হতে।Envolve uma parte da visão da cidade. Do ponto-de-vista de uma vida fictícia.
41চলচ্চিত্র নির্মাতার কাজ হলো তার ক্ষমতার সর্বোত্তম উপায়ে সেই গল্পটা বলা।O trabalho do cineasta é de contar aquela estória com a sua melhor capacidade.
42এবং ড্যানি বয়েল ঠিক সেই কাজটিই করেছেন।E isso é exatamente o que Danny Boyle fez.
43এবং আমি তার ফলাফলে খুশি।E eu, por exemplo, amei o resultado.
44প্রেরণা ভারতের (মেধা ও) সামর্থ্যকে নির্দেশ করেছেন এবং উপসংহার টেনে বলেছেন:Prerna destaca as qualidades da Índia e conclui com:
45অবশ্যই, এটি ‘ভারতীয় বিষয়' এর উপর একজন বৃটিশ পরিচালককে সিনেমা নির্মানে উদ্বুদ্ধ করেছে এবং ভারতীয় কলাকুশলী যারা বিগত বহু দশক ধরেই উচুঁ মানের কাজ করছেন (যেমন গুলজার, এ আর রহমান, পোকুটি) তাদের অস্কার জিতিয়েছে।Claro, pegaram um diretor britânico para fazer um filme sobre um “tema indiano” pra ganhar Oscars para os técnicos indianos que estão fazendo um trabalho de nível superior há décadas. (ex.: Gulzar, A R Rahman, Pookutty).
46স্ল্যামডগ মিলিওনিয়ার কোনভাবেই বলিউডের তালিকার উপরের সিনেমার ধারেকাছে নয়। এটি গতানুগতিক ‘টাকার সাথে লড়াইয়ে ভালবাসাই জয়ী হয়' ধরনের বহুল পরিক্ষীত এক সাধারণ চিত্রনাট্য।Slumdog Millionaire não chega aos pés da lista top de filmes de Bollywood devido à sua simples trama de provado-e-aprovado pelo amor ao dinheiro.
47এবং এটি এ আর রহমান বা গুলজার এর সেরা কর্মও নয়।E esse não é o melhor trabalho de A R Rahman ou Gulzaar.
48একই সাথে এটি উৎসাহব্যঞ্জক যে ঐ সুরের কৃত্তিমানরা অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল যার জন্য তা শেষমেষ একটি ভারতীয় চলচিত্রই।Ao mesmo tempo é gratificante ver esses grandes musicais finalmente tendo reconhecimento internacional pelo que tem de mais novo no cinema indiano.
49যাই হোক, এটা সাফল্যের জন্য কোন মানদন্ড হওয়া উচিৎ নয়।Porém, ISSO não deveria ser uma marca de sucesso.
50এ আর রহমানের হলিউডকে প্রয়োজন নেই; বরং হলিউডের প্রয়োজন তাকে।AR Rahman não precisa de Hollywood; Hollywoody precisa dele.
51যাইহোক তারপরও অভিনন্দন, স্ল্যামডগ মিলিওনিয়রকে এবং প্রত্যেক ভারতীয়কে যারা এটিকে তাদের সিনেমা মনে করে।Apesar disso, parabéns para Slumdog Millionaire e para todo indiano que o considera filme deles.