# | ben | por |
---|
1 | ইকুয়েডর: “ক্লিন কুইটো” নামক প্রচারণা চুইংগামের বিরুদ্ধে লড়ছে | Equador: Campanha “Quito Limpinha” contra a goma de mascar |
2 | ঐতিহাসিক কুইটো শহরের মূল কেন্দ্র। | Centro Histórico de Quito. |
3 | ছবি ফ্লিকার ব্যবহারকারী নেলসন পিয়েড্রার। | |
4 | এট্রিবিউশন-ননকর্মাশিয়াল-ননডিরাইভস ২. ০ জেনেরিক ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে। | Imagem do usuário de Flickr Nelson Piedra, usada sob licença Atribuição-Uso não-comercial-Vedada a criação de obras derivadas 2.0 Genérica de Creative Commons |
5 | আপনি কি কখনো ভেবেছেন যে কোন এক ফুটপাতে পড়ে থাকা চুইংগাম অপসারণ করতে একটি পৌরসভার কত টাকা ব্যয় হয়? | Já pensaste quanto custa a um município remover um chiclete grudado numa rua? |
6 | বিশেষ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, চুইংগাম মাটিতে ফেলার অভ্যাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, এ রকম রাস্তা পরিষ্কার করার জন্য পৌরসভার হাজার হাজার ডলার ব্যয় হয়। | |
7 | কুইটোর পৌর কর্তৃপক্ষ এবং বেশ কিছু স্কুল মিলে এক প্রচারণা শুরু করেছে, যা রাস্তার উপর থেকে চুইংগাম অপসারণের কাজ করে করবে এবং দেশের রাজধানী শহরকে পরিষ্কার রাখবে। | Milhares de dólares em limpeza de ruas são gastos com uma tecnologia especial para combater esse costume cotidiano de soltar uma goma de mascar no chão. |
8 | এই প্রচারণার নাম কুইটোকে পরিষ্কার করা [কুইটো লিম্পিসিটো] । আশা করা যায় এর মাধ্যমে ২৩০,০০০ [স্প্যানিশ ভাষায়] টুকরা চুইংগাম শহরের ঐতিহাসিক কেন্দ্রীয় এলাকা থেকে সরিয়ে ফেলে হবে। | Em Quito, o governo municipal e as escolas começaram uma campanha que visa à remoção dos chicletes do chão e devolver a limpeza à Capital. |
9 | এটি প্যাট্রিমনিও সানো [ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত স্বাস্থ্যকর পৃথিবীর ] [স্প্যানিশ ভাষায়] প্রকল্পের একটি অংশ হিসেবে কুইটোকে রক্ষার জন্য করা হচ্ছে। ইউনেস্কো ,পোল্যান্ডের কারওয়াক এবং কুইটো শহরকে বিশ্বের প্রথম বিশ্ব ঐতিহ্যের এক শহর হিসেবে ঘোষণা দিয়েছে। | A campanha “Quito Limpinha” espera remover alguns dos 230.000 chicletes [es] jogados no centro histórico [es] da cidade, como parte do projeto Patrimonio Sano [Patrimônio Sadio, es] que busca a manutenção dos bens patrimoniais da primeira cidade declarada, junto à Cracóvia, na Polônia, como Patrimônio Cultural da Humanidade pela Unesco. |
10 | চুইংগামের উপর এক গামশুমারির [স্প্যানিশ ভাষায়] আয়োজন করা হয় এবং শত শত ছাত্র রাস্তায় যেখানে চুইংগাম ফেলে রাখা হয়েছিল, সে জায়গাগুলো চিহ্নিত করে। | Um “censo” [es] da goma de mascar foi realizado, e elas foram demarcadas nas ruas com um círculo de giz por centenas de estudantes. |
11 | তারা খড়ি মাটি বা চক দিয়ে চুইংগামের চারপাশে একটা বৃত্ত আঁকে। | Algumas cifras surpreendentes [es] são: |
12 | প্রাপ্ত শুমারির বিষয়ে প্রাপ্ত বিস্ময়কর কিছু পরিসংখ্যান [স্প্যানিশ ভাষায়] হচ্ছে: | 800 estudantes de 40 escolas identificaram gomas de mascar em vários pontos do centro histórico. |
13 | ৪০ টি স্কুলের ৮০০ ছাত্র এই ঐতিহাসিক কেন্দ্রের বেশ কয়েকটি এলাকার কোথায় কোথায় চুইংগাম রয়েছে সে সব জায়গা চিহ্নিত করে। | |
14 | প্রত্যেকটি চুইংগাম অপসারণ করতে ১০ সেকেন্ড সময় লেগেছে। | Cada chiclete é removido em 10 segundos. |
15 | উপশহর এলাকার সান্তো ডোমিঙ্গো প্লাজার চারপাশের এলাকায় হাজার হাজার চুইংগাম ফেলা রাখা জায়গা চিহ্নিত করা হয়। | Milhares de chicletes marcados com giz no solo da praça de Santo Domingo, no centro, são removidos com duas hidrolavadoras, que utilizam água a 150ºC. |
16 | এগুলোকে দুইটি হাউড্রোওয়াশার (রাস্তা বা ঘর পরিষ্কার করার বিশেষ যন্ত্র যেটিতে পানি ব্যবহার করা হয়) দিয়ে অপসারণ করা হয়। | A contagem estabeleceu que havia um total de 47.042 chicletes na Plaza Santo Domingo e entre 10 e 15 chicletes por m² na Plaza de la Independencia. |
17 | এর জন্য দুটি হাউড্রোওয়াশারের ১৫০ ডিগ্রী সেন্টিগ্রেড উত্তপ্ত পানি ব্যবহার করা হয়। | O valor de uma goma de mascar é 5¢. |
18 | হিসেব করা দেখ হয় যে সান্তো ডোমিঙ্গো প্লাজায় মোট ৪৭,০৪২ টুকরা এবং ইনডিপেন্ডেন্ট প্লাজার প্রতি বর্গ মিটারে ১০ থেকে ১৫ টি চুইংগাম পাওয়া গেছে। | |
19 | প্রতিটি চুইংগামের দাম ৫ মার্কিন সেন্ট। | Em 2009, a retirada da guloseima de pedras e ruas custa $1,96 por metro quadrado. |
20 | ২০০৯ সালে প্রতি বর্গমিটার ফুটপাত, পাথর, এবং সিমেন্ট থেকে চুইংগাম অপসারণ করতে ১. | Centro Histórico [es] conta sobre a campanha, da qual participam adultos, jovens e crianças. |
21 | ৯৬ মার্কিন ডলার খরচ পড়েছে। সেন্ট্রো হিস্টোরিকো [স্প্যানিশ ভাষায়] বর্ণনা করছে যে এমন এক প্রচারণা যেখানে তরুণ এবং প্রবীণরা একই সমানভাবে অংশ নিয়েছে। | Funcionários da Administração do Centro puseram água e limparam os gerânios das varandas de seu edifício; limparam vidros e recolheram lixo das ruas circundantes: Chile e Guayaquil. |
22 | শহরের মূল কেন্দ্রের প্রশাসকরা এর জন্য পানি সরবরাহ করে এবং তাদের ভবনের বারান্দা থেকে জেরানিয়াম নামক ফুলের গাছ পরিষ্কার করে; তারা জানালা পরিষ্কার করে এবং আশেপাশের রাস্তা যেমন, চিলে, গুইয়াকুইল থেকে পড়ে থাকা আবর্জনা তুলে নেয়। | |
23 | একই সাথে শহরের পৌর কর্তৃপক্ষ নিজস্বভাবে প্লাজা গ্রান্ড, আরজোবিশপাল প্যালেস এবং এর আশেপাশের রাস্তা নিজ দায়িত্বে পরিষ্কার করে। | Da mesma forma, funcionários da Prefeitura fizeram a sua parte na Plaza Grande, no Palacio Arzobispal e ruas circundantes. |
24 | এডগারেটসা (@এডগারেটসা১০) টুইটারে [স্প্যানিশ ভাষায়] এর কিছু চিত্র প্রদর্শন করছে: | No Twitter [es], Edgaretsa (@edgaretsa10 [es]) exibe imagens: |
25 | কুইটো পরিষ্কার অভিযানের সময় খোলা চত্বরে শিশুরা চুইংগামের পরিমাণ গণনা করছে। http://yfrog.com/2r19usdj (এইচটিটিপি://ওয়াইফ্রগ. কম/২আর১৯ইউএসডি) | Crianças contando a quantidade de chicletes jogados na praça durante a campanha Quito Limpinha http://yfrog.com/2r19usdj |
26 | এঞ্জেল সানচেজ (@এঞ্জেলসানচেজসি) এই প্রচারণার বিষয়ে পুনরায় টুইট করেছেন [স্প্যানিশ ভাষায়]: | Angel Sanchez (@AngelSanzC) faz um retweet sobre a campanha [es]: |
27 | আরটি@রিভিস্তাভিস্তাজো:#কুইটো লিম্পিসিটো। | RT @revistavistazo: #Quito Limpinha. |
28 | ঐতিহাসিক শহরতলী থেকে ফুটপাতে আটকে থাকা ২০০,০০০ টুকরা চুইংগাম অপসারণের প্রচারণা চলছে!! দারুণ! | Campanha para retirar em torno de 200.000 chicletes pregados no chão do Centro Histórico || incrível! |
29 | নীচের ভিডিওটি প্রদর্শন করছে “ইটো লিম্পিহসিহিটোহ” শহরটিকে পরিষ্কার রাখার উদ্যোগ, যা এক অগ্রগামী এক চিন্তা, এটি তরুণ এবং প্রবীণদের শুভ কামনা জানায় এবং উভয়কে একত্রিত করে। | Como mostra o vídeo a seguir, “Quito Limpinha” é uma iniciativa de limpeza da cidade que movimenta ideias, vontades e junta os mais novos e os mais velhos. |