Sentence alignment for gv-ben-20120620-27344.xml (html) - gv-por-20120710-31797.xml (html)

#benpor
1সাব-সাহারা আফ্রিকায় বিজ্ঞান ব্লগিংÁfrica subsaariana: A Ciência do Continente na Blogosfera
2ব্লগিং সাব সাহারা আফ্রিকায় জনপ্রিয় সংস্কৃতির একটি অংশ কিন্তু বিজ্ঞান নিয়ে ব্লগিং এখনো পেছনে পড়ে আছে।A blogosfera tornou-se parte integrante da cultura popular na África Subsaariana, mas está atrasada quando o assunto é ciência.
3আফ্রিকার বিজ্ঞান বিশ্বে অংশীদারিত্বের সংস্কৃতি বৃদ্ধির অনেক উদ্যোগ নেয়া হয়েছে, তদুপরি আফ্রিকার বিজ্ঞান ব্লগ, বিশেষত গবেষণা বিষয়ে যথেষ্ট নয়।Muitas iniciativas têm sido lançadas para aumentar a cultura de compartilhamento no mundo científico africano. Apesar disso, blogs africanos sobre ciência, particularmente sobre a pesquisa, ainda são poucos e distantes entre si.
4জনগণের আগ্রহ কম?Falta de interesse público?
5বিজ্ঞান ব্লগের এই স্বল্পতার সম্ভাব্য কারণ এই মহাদেশে বিজ্ঞান গবেষণার অসম উন্নয়ন; সর্বজন জ্ঞাত যে আরও গবেষণার প্রয়োজন।A razão para a ausência de uma blogosfera sobre ciência pode estar relacionada à desigualdade no desenvolvimento da pesquisa científica no continente; a necessidade de mais pesquisas é bastante conhecida.
6বি রুয়েল তার ব্লগে ব্যাখ্যা করেছেন [ফরাসী]:B. Ruelle explica em seu blog [fr]:
7দক্ষিণপূর্ব এশিয়া উন্নয়নের যে স্তরে পৌঁছেছে আফ্রিকার দেশগুলোকে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগের জন্য চাপ প্রয়োগ প্রয়োজন; বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে আফ্রিকা দুর্বলতা দূর করে টিকে থাকতে পারে; এটি ক্রম বর্ধনশীল অসম পৃথিবীতে গোষ্ঠীগত অশ্রদ্ধা ও দাঙ্গা দূর করার একমাত্র পথ; বিশ্ব জ্ঞান ভাণ্ডারে আফ্রিকার অবদান রাখার একমাত্র উপায়।O nível de desenvolvimento alcançado pelo Sudeste da Ásia deve empurrar as nações africanas a investirem em ciência e tecnologia; a ciência e a tecnologia são a única maneira de evitar os problemas duradouros da África no comércio internacional, e são também a única forma de prevenir o racismo e a xenofobia neste mundo cada vez mais desigual, o único remédio para afirmar a contribuição africana para a piscina do conhecimento humano global.
8সেনেগালের ডাকারে কাইখ আন্টা দিওফ বিশ্ববিদ্যালয় ছবি মারিয়াম লুভিয়ট (সিসি লাইসেন্স - বাই)Universidade de Cheik Anta Diop em Dakar, no Senegal, por Myriam Louviot (CC-License-BY).
9এই মহাদেশে মেধাবী বিজ্ঞানীর সংখ্যা কম নয়।O continente é o lar de muitos cientistas talentosos.
10বার্নাড কম আফ্রিকার বিশিষ্ট বিজ্ঞানীদের মধ্য থেকে একটি সংক্ষিপ্ত তালিকা [ফরাসী] তৈরি করেছেন এবং তাদের মধ্যে কিছু ওয়েবেও সক্রিয়।Bernard Kom lista alguns dos cientistas africanos mais proeminentes [fr] na atualidade, e alguns deles também são ativos na web.
11জাক বনজাও ক্যামেরুনের প্রকৌশলী যিনি আফ্রিকান ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ের (AUV) পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।Jacques Bonjawo é um engenheiro do Camarões que preside o Conselho de Diretores da Universidade Virtual Africana (UVA).
12তিনি প্রতিষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন [ফরাসী]:Ele explica os objetivos da instituição [fr]:
13আফ্রিকান ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়কে (AUV) একটি সম্পূর্ণ দূরপাঠ্য অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়েছে যার উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক বিবেচনায় স্বল্প ব্যয়ে আফ্রিকার প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে গড়ে তোলা।A UVA foi concebida como um instituto de ensino online completo cuja missão é formar uma massa crítica de africanos a baixo custo através da economia de escala.
14আমরা আধুনিক মানসম্পন্ন পাঠ্যক্রমের ব্যবস্থা করেছি যার লক্ষ্য হচ্ছে ছাত্রদেরকে শ্রম বাজারের জন্য দ্রুত কর্মক্ষম করে গড়ে তোলা।Nós fornecemos um currículo moderno de qualidade que visa tornar o aluno imediatamente qualificado para o mercado de trabalho.
15মালাউয়ির জামোজে গন্ডওয়ি বিজ্ঞানে আফ্রিকার অধিকতর অংশগ্রহণের বিষয় উপলব্ধি করেছেন।Mzamose Gondwe, do Malawi, reconhece a necessidade de promover mais engajamento com a ciência.
16ব্লগের বিষয়বস্তু হচেছ, আফ্রিকার বিজ্ঞানের বীরপুরুষগণ।Esse é o objetivo do blog dela, African Science Heroes (Heróis Africanos da Ciência).
17তিনি বর্ণনা করেছেন যে লক্ষ্য তিনি অর্জন করতে চান:Ela explica o que pretende realizar:
18বিজ্ঞানে যেসমস্ত আফ্রিকার বিজ্ঞানী উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, আফ্রিকার বিজ্ঞানের বীরপুরুষদের তথ্য মুদ্রণ, চিত্র প্রদর্শনী এবং চলচ্চিত্রের মাধ্যমে সংরক্ষণ করেছি।Eu documentei por impresso, em exposição e em vídeo os Heróis Africanos da Ciência, cientistas africanos que fizeram contribuições importantes para a ciência.
19এইভাবে, আমি আশা করছি আফ্রিকার বিজ্ঞানের অর্জন নিয়ে গর্ব করার অনুভূতি সৃষ্টি করতে এবং বিজ্ঞানের সাথে জনসাধারণের সম্পর্ক বৃদ্ধি করতে।Desta forma, espero gerar um sentimento de orgulho de nossas realizações científicas e promover o engajamento público com a ciência.
20পাখির খাঁচায় আফ্রিকার গবেষণা?Pesquisador africano rotulado
21প্রধান ধারার গণমাধ্যমে আফ্রিকার বিজ্ঞানের সংবাদ যখন আসে, সেটি সাধারণত পরিবেশগত কর্মসূচী, গণস্বাস্থ্য অথবা ভিনদেশীয় প্রাণী নিয়ে গবেষণা সম্পর্কিত হয়ে থাকে।Quando as novidades científicas africanas alcançam plataformas tradicionais de mídia, geralmente estão relacionadas a programas ambientais, saúde pública ou pesquisa com animais exóticos.
22একটি আদর্শ উদাহরণ হচ্ছে সাম্প্রতিককালে গবেষণা প্রবন্ধে প্রকাশিত মাদাগাস্কারে স্ত্রী ধূসর মাউস লেমুরএর যৌন আচরণ অনলাইন মিডিয়ায় বহুলভাবে প্রচারিত হয়েছে।Uma história típica desse comportamento, compartilhada muitas vezes em vários meios online, foi a publicação de pesquisa recente sobre os hábitos de acasalamento do lêmure fêmea cinza [en], em Madagascar.
23সাধারণ পাঠকদের দৃষ্টি আকর্ষণের জন্য এটির শিরোনাম ছিল “স্ত্রীর নিয়ন্ত্রণে অপরিচ্ছন্ন স্তন্যপায়ীর মূল্যবান সেক্স”।O próprio título, “Costly sex under female control in a promiscuous primate” [Sexo custoso sob o controle feminino em um primata promíscuo] retirou um pouco de interesse da comunidade não-científica.
24এটি প্রকাশের পরে, এই গবেষণা থেকে প্রজাতির টিকে থাকার কৌশল সম্পর্কে আকর্ষণীয় সারমর্ম যেমন সারা রিয়াডন সায়েন্স নাউ এ ব্যাখ্যা করেছেন:Como se viu, o estudo chega a uma interessante conclusão sobre a estratégia de sobrevivência da espécie, como Sarah Reardon, da Science NOW, explica:
25দলগত সিদ্ধান্ত হচ্ছে, বহুগামী আচরণের মাধ্যমে স্ত্রী বিবর্তনের দিক থেকে কিছু অজ্ঞাত সুবিধা পেয়ে থাকে অথবা শুধুমাত্র বিনোদনের জন্য এটি করে থাকে।Ou um estilo de vida polígamo confere alguma vantagem evolutiva desconhecida para o sexo feminino, a equipe conclui, ou as garotas realmente apenas querem se divertir.
26অন্যান্য বিষয়ে আফ্রিকার বিজ্ঞান ও প্রকৌশল আরও বেশী অবদান রাখছে।A ciência e a engenharia africanas podem oferecer muito em outras áreas também.
27ব্লগ আফ্রিকাগেজেট নির্দিষ্ট সমস্যা সমাধানে উদ্ভাবনী প্রকৌশল বিষয়ে বিশেষভাবে উল্লেখ করেছে।O blog Afrigadget destaca projetos inovadores de engenharia que visam a resolução de problemas específicos.
28এইজাতীয় একটি প্রকল্প হচ্ছে কেনিয়ায় বায়োগ্যাস প্রকল্প স্থাপন।Um desses projetos é a instalação de biogás no Quênia.
29পলা কেহামবা বর্ণনা করেছেন কিভাবে পিকি পিকি (কিসওহালিতে মোটর বাইক) দক্ষভাবে গোবর বিতরণে সাহায্য করে:Paula Kahumbu explica como as “piki piki” (motocicletas, em Kiswhahili) podem auxiliar na distribuição de esterco com mais eficiência:
30যে সমস্যাটি আমি মোকাবেলা করেছি তা আশেপাশের অনেক জাতিগোষ্ঠীর মধ্যে দেখেছি, আমরা বাসা ভাড়া করেছি কিন্তু আমাদের কোন গবাদি পশু নাই।O problema que enfrentamos é comum a muitas pessoas por aqui - alugamos casas, mas não temos atividade pecuária.
31কিন্তু আমাদের চারপাশে অসংখ্য গবাদি পশুর খামার আছে।Mas há grandes fazendas de gado em torno de nós.
32নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দ্রুত ও দক্ষভাবে বর্জ্য অপসারণের সমাধান নিয়ে ডমিনিক এগিয়ে এসেছে।Assim, Dominic veio com uma solução que cria empregos e movimenta de forma rápida e eficiente o esterco produzido.
33Fomos até o soldador juakali local para criarmos um “dungmobile” na beira da estrada… Um reboque projetado especialmente para o estrume de vaca!
34আফ্রিকামাট প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার বিজ্ঞান ও তার উদ্ভাবকদের সম্পূর্ণ ইতিহাস লিপিবদ্ধ করা।O projeto Africaat tem por objetivo documentar por completo a história da ciência na África e seus inventores.
35আরও সুস্পষ্টভাবে, উল্লেখ করা হয়েছে [ফরাসী]:Mais precisamente, complementa [fr]:
36বিশ্বের বিজ্ঞানের ইতিহাস থেকে গভীরভাবে নির্বিচার থেকে বিধিবদ্ধভাবে কালো আফ্রিকা বাদ দেওয়ার প্রক্রিয়া প্রদর্শন করা আমাদের লক্ষ্য।Nossa abordagem tem como objetivo demonstrar que é profundamente arbitrário excluir a África negra sistematicamente da história universal da ciência.
37এই ভিডিওতে, ইউটিউব ব্যবহারকারী হোয়াইট আফ্রিকান ঘানার প্রকৌশলী কিলিয়ান ডেকু কর্তৃক উদ্ভাবিত পানিতে ক্লোরিনের পরিমাণ নির্ধারণের যন্ত্র প্রদর্শন করছে:Neste vídeo, o usuário do Youtube White African mostra uma invenção de Killian Deku, um engenheiro de Gana que criou um dispositivo para dosar a quantidade de cloro a ser adicionada à água:
38উন্মুক্ত প্রকাশনাAcesso livre às publicações
39মাদাগাস্কারের মানুষের চেয়ে লেমুর নিয়ে অনেক শিরোনাম হয়েছে।Madagascar está acostumado a ter sua população de lêmures a ocupar mais manchetes que o seu povo.
40তদুপরি, এটি অনুল্লেখ করা ঠিক নয় যে বিজ্ঞান ব্লগিং গোষ্ঠী কাজ শুরু করেছে।No entanto, não deve passar despercebido que a comunidade de blogs científicos já começa a emergir.
41বেশ কিছু প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে দেশের বৈজ্ঞানিক সম্পদ সংগ্রহ করা ও তা জনগণের কাছে সহজ প্রাপ্য করা।Vários projetos visam recolher e disponibilizar ao público todos os recursos científicos sobre o país. Ange Rakotomalala descreve os objetivos do website Thèses Malgaches en ligne [mg]:
42এনজ রাকোটোমালালা থেসে মালাগাছে অঁ লিনে[mg] ওয়েবসাইটের উদ্দেশ্য বর্ণনা করেছেন:Neste website, você poderá encontrar todas as teses e dissertações publicadas desde 2002.
43এই ওয়েবসাইটে, ২০০২ থেকে প্রকাশিত সকল থিসিস ও গবেষণাপত্র আপনি খুঁজতে সক্ষম হবেন।A comunidade científica do blog MyScienceWork tem como objetivo promover a cultura da partilha entre os cientistas [fr]:
44বিজ্ঞানী সম্প্রদায়ের ব্লগ আমারবিজ্ঞানকর্ম এর উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানীদের মাঝে আদান প্রদানের সংস্কৃতি গড়ে তোলা [ফরাসী]:Para construir a cultura científica necessária do amanhã, a ciência deve se esforçar para se tornar mais multidisciplinar.
45আগামী দিনের প্রয়োজনীয় বৈজ্ঞানিক সংস্কৃতি গঠনের লক্ষ্যে, বিজ্ঞানকে বহুমুখী করার জন্য সংগ্রাম করতে হবে।Deve ser acessível aos amadores da ciência, o público em geral, os cientistas de pesquisa [..]
46এটি অবশ্যই বিজ্ঞান মনস্ক, সাধারণ জনগণ, গবেষক বিজ্ঞানীদের কাছে সহজ প্রাপ্য হতে হবে[..] ২০১১ সালে, আমরা স্বনামধন্য বেলজিয়ান গবেষকদের সাথে যোগাযোগের ভিত্তিতে, উত্তর আফ্রিকার দেশগুলো থেকে তথ্য প্রযুক্তির উপর এবং পিএইচডি ছাত্রদের নিকট হতে স্নায়ুবিজ্ঞান, কৃষিতত্ত্ব এবং এক্সোবায়োলজির উপর প্রবন্ধ প্রকাশ করি [..] আমরা এটি করেছি কারণ আমরা বিশ্বাস করি সাধারণ জ্ঞান বিজ্ঞানকে অন্তর্ভুক্ত করে এবং পঠনের জন্য আপনাকে ধন্যবাদ।Em 2011, publicaram artigos sobre Tecnologia da Informação de países do Norte da África, em comunicação com renomados pesquisadores belgas, e de estudantes de doutorado de renome em neurociência, agronomia e exobiologia [..] Fizemos isso porque acreditamos que o conhecimento geral deve incluir ciência e agradecemos a ler-nos.
47অনুগ্রহ করে প্রচার করুন “বিতরণই জীবন”।Por favor, repassar esta mensagem: “a partilha é viver”.
48আফ্রিকার সুপরিচিত একজন বিজ্ঞানী, কাইখ আন্টা দিওফ এর মতে, আফ্রিকামাটে বর্ণিত [ফরাসী] আফ্রিকায় বিজ্ঞান নিয়ে সর্বশেষ কথা হচ্ছে:As palavras finais em ciência na África pertencem à Cheikh Anta Diop, um dos mais proeminentes cientistas africanos, como postou o Africamaat [fr]:
49একইসঙ্গে, আফ্রিকার বিশেষজ্ঞরা অবশ্যই যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন।Enquanto isso, os especialistas africanos devem tomar medidas de precaução.
50আমাদের মেধা স্বত্ব স্বশাসন রক্ষার জন্য, অন্যের অনুমোদন ছাড়াই এবং আমাদের নিজেদের দ্বারাই বৈজ্ঞানিক তথ্যানুসন্ধানে সক্ষম হতে হবে।Manter nossa capacidade de descobrir um fato científico, por nossos próprios meios e sem a aprovação de qualquer outra pessoa, manter a nossa autonomia intelectual.