# | ben | por |
---|
1 | ইরান: আবেগী শিল্পী রাসুলোভ স্মরণে | Irã: Relembrando Rasoulov, um Artista Apaixonado |
2 | এ বছর আগস্ট মাসের শেষে ইরানগামী বোয়িং ৭৩৭ বিমানটি দুর্ঘটনায় ভেঙে পড়ায় প্রাণ হারান ৬৮ জন যাত্রী। এই দুর্ঘটনার শিকার হলেন ইরানের নবীন শিল্পী মহসীন রাসুলোভ-ও। | Mohsen Rasoulov, um apaixonado fotógrafo, artista, cartunista e fotoblogueiro iraniano, foi um dos 68 passageiros que perderam suas vidas quando o Boeing 737 no qual viajavam para o Irã caiu [En] no final de agosto deste ano. |
3 | রাসুলোভ নেশায় ছিলেন আদ্যন্ত আলোকচিত্রী, শিল্পী, কার্টুনিস্ট এবং ছবি-ব্লগার। খবরে প্রকাশ, বিমানটিতে ৯০ জন যাত্রী ছিলেন। | De acordo como site de notícias, a aeronave que levava 90 pessoas caiu nas redondezas do aeroporto de Bishkek, capital do Quirguistão, no dia 24 de agosto. |
4 | গত ২৪ আগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেক বিমানপোতের অদূরেই বিমানটি দুর্ঘটনায় পড়ে। | |
5 | বহু ইরানী ব্লগার, ছবি ব্লগার, এবং শিল্পীরা তাঁদের ব্লগে এবং সাইটে চব্বিশ বছর বয়সী এই প্রতিভাবান আলোকচিত্রীকে স্মরণ করেছেন। | Vários blogueiros, fotoblogueiros e artistas iranianos relembram deste artista de 24 anos, que também era um talentoso fotógrafo, em seus sites e blogues. |
6 | ইরানী ছবি-ব্লগার এবং রাসুলোভের বন্ধু কসুফকে অনেক ধন্যবাদ - তার সহায়তায় আমরা এখানে রাসুলোভের কিছু সৃষ্টি উপস্থাপন করছি। | Graças a Kosoof [Fa], um fotoblogueiro iraniano e amigo de Rasoulov, nós apresentamos aqui alguns de seus trabalhos, que vão de fotografias a graffiti, da vida urbana às criações pessoais. |
7 | তাঁর ছবির তিনটি শ্রেণী এখানে প্রকাশ করা হল, শিলাচিত্র, শহর-জীবন এবং ব্যক্তিগত সৃজন। | Você pode explorar muitas das fotos de Rasoulov em seu fotoblog, Moosville [En]. |
8 | আপনারা রাসুলোভের বেশিরভাগ ছবিই দেখতে পারেন তাঁর নিজস্ব ছবি-ব্লগ ‘মুজভিল‘-এ। | A última foto foi publicada cinco dias antes do acidente. |
9 | বিমান দুর্ঘটনার মাত্র পাঁচ দিন আগে শেষ ছবিটি আপলোড করা হয়েছে। | Mohsen Rasoulov tirou muitas fotografias da vida urbana, como esta: |
10 | শহর জীবনের অনেক ছবিই রাসুলোভ তুলেছেন, তার মধ্যে একটি… | Ou esta, onde um encontro natural nos surpreende: |
11 | অথবা এইটি দেখুন, এই ছবিতে বিরুপ প্রকৃতির সামনা সামনি হবার সাহস আমাদের বিস্মিত করে… | Rasoulov era também um amante do graffiti, e bem conhecido por suas criações: |
12 | শিলাচিত্র (গ্রাফিটি) রাসুলোভের অন্যতম পছন্দের বিষয় ছিল, এবং তাঁর সৃষ্টি তাঁকে খ্যাতিমান করেছে… | |
13 | রাসুলোভের আরো শিলাচিত্র দেখা যাবে এইখানে… | Mais do trabalho de Rasoulov em graffiti pode ser visto aqui [Fa]. |