# | ben | por |
---|
1 | আপনি কি সেই অধিকার পেয়েছেন? | Tu tens este direito? |
2 | আপনার প্রশ্নের উত্তর দিতে পারে অস্ট্রেলিয়ান ভিডিও সিরিজ | Uma série de vídeos australianos podem te dar a resposta |
3 | আপনি কি সেই অধিকার পেয়েছেন? এর স্ক্রিনশট | Imagem do projeto “Tu tens este direito?” |
4 | মেলবোর্নের মর্যাদাপূর্ণ মোনাশ বিশ্ববিদ্যালয়ের অংশ কাস্টান সেন্টার ফর হিউম্যান রাইটস ল। সেন্টারটি ‘আপনি কি সেই অধিকার পেয়েছেন?‘ | O Centro de Direitos Humanos Castan, que faz parte da renomada Universidade Monash de Melbourne, lançou uma nova série de vídeos (“Tu tens este direito?“). |
5 | নামের একটি নতুন ভিডিও সিরিজ চালু করেছে। রন কাস্টান নামের একজন ব্যারিস্টার ও মানবাধিকার উকিলের নাম অনুসারে সেন্টারটির নামকরণ করা হয়। | O título do projeto faz referência à Ron Castan, um advogado de direitos humanos que foi assessor jurídico chefe no famoso caso “Mabo” sobre terras indígenas. |
6 | তিনি ছিলেন আদিবাসী জমি অধিকার সম্পর্কিত যুগান্তকারী মাভো মামলার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা। | |
7 | ‘আপনি কি সেই অধিকার পেয়েছেন?' | “Tu tens este direito?” |
8 | হচ্ছে মানবাধিকার সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের স্পষ্ট এবং দ্রুত উত্তর সম্বলিত ভিডিওর একটি উদ্ভাবনী সিরিজ। | é uma série inovadora de vídeos, que responde rápida e objetivamente às questões importantes de direitos humanos de uma maneira que não te faz cair no sono. |
9 | প্রকল্পটি ১০ পর্বের ধারাবাহিকে বিভক্ত, যার প্রতিটি ভিন্ন ভিন্ন ধারণা নিয়ে তৈরি। | O projeto será dividido em séries de dez episódios, cada um com um tema diferente. |
10 | প্রথম সিরিজটি গুরুতর একাডেমিক বিষয়বস্তুর সঙ্গে হাস্যরস দিয়ে তৈরি, যেখানে দ্বিতীয়টি মূলত সাক্ষাৎকার ভিত্তিক। | A primeira série combina senso de humor com conteúdo acadêmico sério, enquanto a segunda será baseada em entrevistas. |
11 | প্রতিটি মৌসুমে ১০ টি করে পর্ব থাকবে। | Cada temporada terá dez episódios. |
12 | ‘মানবাধিকার কি কি?' | “Tu tens este direito?” |
13 | এবং ‘বিবাহ সমতা' এর মতো আরও আটটি বিষয়বস্তু এখন প্রথম সিরিজে আলোচনা চলছে। | e “Igualdade no casamento” já estão disponíveis online junto com os outros oito episódios seguintes da primeira parte. |
14 | প্রতিটি ভিডিও আইন সম্পর্কে খুব দরকারী অতিরিক্ত তথ্য এবং চমৎকার সম্ভারের সংগ্রহে ভরপুর। | Cada vídeo conta com conteúdo adicional sobre direitos e recursos extras excelentes. |
15 | ভবিষ্যতের মৌসুমে প্রথম পর্বে থাকবে নজরদারি, আরামের মরণ, লিগ্যাল এইড, ভোট দেওয়ার অধিকার, পরিবেশ এবং কর্পোরেশন সুরাহা সম্পর্কিত তথ্য। | A primeira temporada trata de vigilância, eutanásia, assistência jurídica, direito ao voto, meio ambiente e empresas. |
16 | ভিডিওটি এবং তাদের সমর্থন উপকরণে আছে আন্তর্জাতিক আবেদন। | Os vídeos e seus respectivos materiais de apoio têm escopo internacional. |
17 | কাস্টান কেন্দ্রের সঙ্গে গ্লোবাল ভয়েসেসের চলমান সংযোগ রয়েছে। | O Global Voices possui ligação direta com o Centro Castan. |
18 | গ্লোবাল ভয়েসেসের এডভোকেসীর প্রতিষ্ঠাতা সম্পাদক সামি বেন ঘারবিয়া ২০১২ সালের জুলাই মাসে অনুষ্ঠিত তাদের মানবাধিকার আইন সম্মেলনে প্রধান বক্তা ছিলেন। | Sami Ben Gharbia, editor-fundador do Global Voices Advocacy, foi um dos principais palestrantes da Conferência de Direitos Humanos em julho de 2012. |
19 | আমি জিভির পক্ষে নাগরিক সাংবাদিক হিসেবে সেখানে উপস্থিত ছিলাম এবং আমার ভিডিওটি এখানে পাওয়া যাবে। | Eu participei como jornalista cidadão na qualidade de representante do GV e meu vídeo está disponível aqui. |
20 | এছাড়াও ২০১৪ সালে অনুষ্ঠিত সেখানকার বার্ষিক সম্মেলনেও জিভি বোর্ড সদস্য ও ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল ফ্রিডম অব এক্সপ্রেশন এর পরিচালক জিলিয়ান ইয়র্ক বক্তৃতা করেছিলেন। | Em 2014, Jillian York, integrante do conselho deliberativo do GV e diretora para liberdade de expressão da Fundação Electronic Frontier, também falou na conferência anual. |
21 | তার সেশন, ‘ইন্টারনেটে গুপ্তচরবৃত্তি: সমাজের উপর প্রভাবঃ' এর ভিডিও এখানে পাবেন। | O vídeo da apresentação dela, “A espionagem na internet: O impacto na sociedade”, está disponível aqui. |