Sentence alignment for gv-ben-20130417-36027.xml (html) - gv-por-20130418-42302.xml (html)

#benpor
1ভেনেজুয়েলায় নির্বাচন পরবর্তী উদ্বেগ বৃদ্ধি পাচ্ছেVenezuela: Aumenta a tensão pós-eleições no país
2[বর্ননা ব্যাতীত সকল লিঙ্কই স্প্যানীশ ভাষায়][Todos os links levam a páginas em espanhol exceto quando indicada outra língua]
3হুগো শ্যাভেজের মৃত্যু পরবর্তী নির্বাচন ফলাফলে [ইংরেজি] নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিকোলাস মাদুরো এবং হেনরিখ ক্যাপরিলেস রাদোনস্কির সমর্থকদের মধ্যে উত্তেজনা তীব্রতর হচ্ছে।Os resultados das primeiras eleições [en] na Venezuela após a morte de Hugo Chávez, onde Nicolás Maduro e Henrique Capriles Radonski mediram o apoio de seus seguidores, estão no centro de tensão crescente no país.
4প্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি হিসেবে মাদুরোর নাম ঘোষণার পরপরেই গণপ্রতিবাদের আহ্বান জানানো হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট পূনঃগণনার দাবি ক্রমশঃ জোরালো হচ্ছে।No momento em que Maduro estava sendo anunciado como novo Presidente da República, chamadas para protestos públicos e pedidos de recontagem dos votos se multiplicavam pelas redes sociais.
5একঘণ্টার মধ্যেই উভয় প্রার্থীর সমর্থকরা তাঁদের সমর্থনে বিক্ষোভের ছবি, ভোটের অনিয়মের ঘটনা টুইট করে ভেনেজুয়েলার টুইটারে প্রাধান্য বিস্তার করেছে।Em questão de horas, fotos e demonstrações, tweets apoiando os dois candidatos, e reclamações sobre irregularidades dominaram os trending topics do Twitter na Venezuela.
6সাংবাদিক ইন্তি একেভেদো (@ইন্তি) মন্তব্য করেনঃO jornalista Inti Acevedo (@inti) comentou:
7@ইন্তি: ঘণ্টায় ঘণ্টায় ভেনেজুয়েলার পরিস্থিতি জটিলতর হচ্ছে, বিভিন্ন ধরণের হাজারো সংঘর্ষের গুজব (অসমর্থিত) শোনা যাচ্ছে।@inti: A situação na Venezuela está ficando mais complicada a cada hora, muitos rumores (não confirmados) de milhares de incidentes diferentes.
8ক্যারাকাস থেকে লিলিয়ানা ওচোয়া (@লিলিওব) সেনা নিয়োজনের ছবি শেয়ার করেছেন।Enquanto isso, direto de Caracas, Liliana Ochoa (@liliob) compartilhou uma foto que mostra o remanejamento de tropas militares.
9@লিলিওব: এফ সি ও (ফ্রান্সিস্কো ফাজারদো) হাইওয়ে এইমুহূর্তে ঠিক এমনটাই দেখা যাচ্ছে।@liliob: A rodovia fco fajardo (Francisco Fajardo) está assim agora.
10ছবি @এন্ড্রুইভাম১৮ pic.twitter.com/DnXydf67wfFoto de @andreavmm18 pic.twitter.com/DnXydf67wf”
11ছবি @এন্ড্রুইভাম১৮, @লিলিওব কর্তৃক টুইটারে শেয়ারকৃতFoto de @andreavmm18, compartilhada no Twitter por @liliob
12একই সময়ে ভালেন্সিয়ার এ ছবিটি আনাস লা রিভা তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেনঃAo mesmo tempo, em Valencia, Anaÿs La Riva colocou esta foto em seu perfil no Facebook:
13ভেলেন্সিয়াতে প্রতিবাদ।Protesto em Valencia.
14ছবি আনাস লা রিভার ফেসবুক প্রোফাইল থেকে শেয়ারকৃতFoto compartilhada por Anaÿs La Riva em seu perfil do Facebook
15এর অল্পক্ষণ পরেই হুগো লণ্ডনো (@হুগুইতো) তাঁর টুইটার একাউন্ট থেকে জানানঃPouco depois, Hugo Londoño (@huguito) relatou em sua conta no Twitter:
16@হুগুইতো: এই মুহূর্তে ভেনেজুয়েলায় সি এন ই [জাতীয় নির্বাচন কাউন্সিল] মাদুরোকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিল; সি এন ই-এর প্রধান কার্যালয়ের সামনে মিছিল শুরু হয়েছে, কান ঝালাপালা করা তীব্র শব্দ@huguito: Na Venezuela, neste exato momento o CNE [Conselho Nacional Eleitoral] declarou Maduro presidente; estão ocorrendo demonstrações e protestos na sede do CNE, com panelaço.
17“ টুপামারোস” নামে পরিচিত একটি দল দেশের পশ্চিমাংশের মেরিদা শহরে আসার পরপর সকাল থেকে দিনব্যাপী সহিংস ঘটনা ঘটে। টমাস ফার্নান্দেজ (@টমাসনোমাস২৯ ) এ বিষয়ে একাধিক প্রতিবেদন শেয়ার করেনঃTomás Fernández (@Tomasnomas29) compartilhou diversos relatórios sobre a violência ocorrida pela manhã e durante todo o dia na cidade de Mérida, no oeste do país, depois da chegada de grupos conhecidos como “Tupamaros” [en]:
18@টমাসনোমাস২৯: লিসিও লিবারেটর (উচ্চ বিদ্যালয়) এ আমাদের সাহায্য করুন দয়া করে!!@Tomasnomas29: AJUDA no liceu libertador POR FAVOR!!
19দয়া করে সংবাদটি ছড়িয়ে দিন!Divulgue isso!
20টুপামারোসরা ভোট গণনায় বাধা দিচ্ছে!Os Tupamaros estão evitando a recontagem das urnas!
21ভেনেজুয়েলা জুড়ে এ বাক্য পৌছে দিন!Que isso chegue a toda Venezuela!
22ছড়িয়ে দিনESPALHE!
23সেবাস্টিন বারেজ (@সেবাস্টিয়ানাবি) রিপোর্ট করেনঃSebastiana Barráez (@SebastianaB) também escreveu:
24@সেবাস্টিয়ানাবিঃ তাচিরাতে রাস্তাগুলো গাড়ি দিয়ে ঘেরা; মেরিদাতে তুপামারোসরা ভয় দেখাচ্ছে আর বারিয়ান্সে তারা রাস্তায় প্রতিবাদ জানাচ্ছে@SebastianaB: Em Tachira há diversos tanques armados pelas ruas; em Mérida, os Tupamaros estão por toda parte a intimidar; em Barinas há protestos nas ruas
25আগত ঘণ্টাগুলোতে দু পক্ষ থেকেই রাস্তায় বিক্ষোভের আহ্বান অব্যাহত থাকবে বলে আশা করা যায়।Nas próximas horas, são esperadas mais chamadas para ação e protestos nas ruas, dos dois lados.
26তথ্য জানানোর জন্য এবং মন্তব্য করার জন্য ভেনেজুয়েলার হ্যাসট্যাগ নাগরিকেরা নিচের এ টুইটার একাউন্টগুলো ব্যবহার করছেন #CaprilesGanóTibisayMintió; #ElPuebloHablóMaduroGanó; #NicolásElDerrotadoEresTú; #CacerolazoALas8; #ConteoVotoPorVotoYA; এবং Mañana al CNE.As hashtags usadas pelos cidadãos para informar e comentar sobre a situação podem ser vistas nos trending topics venezuelanos no Twitter:#CaprilesGanóTibisayMintió; #ElPuebloHablóMaduroGanó; #NicolásElDerrotadoEresTú; #CacerolazoALas8; #ConteoVotoPorVotoYA; e Mañana al CNE.