Sentence alignment for gv-ben-20120923-31235.xml (html) - gv-por-20120816-33485.xml (html)

#benpor
1ব্রাজিল: গৃহহীনদের কাছে বই পৌঁছে দিচ্ছে বাইসাইকেলBrasil: Bicicleta Leva Livros a Moradores de Rua
2ভাল উদ্যোগ নাকি সব সীমানা ছাড়িয়ে যায়,এবার সীমানা অতিক্রমের এই কাজটি করল একটি বাই সাইকেলে যার নাম বিচ্চিলোতেচা [পর্তুগীজ]।Se boas idéias ultrapassam fronteiras, esta continua indo e indo de bicicleta. Quer dizer, de Bicicloteca, uma bicicleta que transporta uma pequena biblioteca pela cidade de São Paulo, Brasil.
3এটি এমন একটি বাইসাইকেল যা একটি ছোট্ট গ্রন্থাগারকে ব্রাজিলের সাওপালো শহরের বিভিন্ন স্থানে বহন করে নিয়ে যায় ।A Bicicloteca na Praça da Sé, São Paulo. Foto de GreenMobility no Flickr (CC BY-NC 2.0)
4এই প্রকল্পটি রাস্তায় বসবাসকারী ছিন্নমূল মানুষের বই পড়ার অভ্যাসকে উৎসাহিত করার জন্য একটি সৃষ্টিধর্মী এবং গতিশীল প্রচেষ্টা। কারণ একজন পাঠককে গ্রন্থাগার থেকে বই ধার নিতে গেলে সাধারণত ব্যক্তিগত পরিচিতি এবং বাসস্থানের বিস্তারিত বিবরণ প্রয়োজন হয়, যা এই গৃহহীনদের নেই।O projeto é uma maneira ágil e criativa de incentivar o hábito da leitura, principalmente entre pessoas que moram nas ruas, por ser comum que as bibliotecas exijam registros de identificação civil e comprovantes de residência para permitir o empréstimo de livros, documentos que moradores de rua não possuem.
5সাও পাওলোতে বিচ্চিলোতেচা। ছবি ফ্লিকার থেকে গ্রীনমোবিলিটির তোলা।A iniciativa da bicicloteca surgiu especialmente dessa privação e conquistou apoio de paulistanos, meios de comunicação e empresas.
6সিসি বাই-এনসি ২. ০। বিচ্চিলোতেচার চালকের নাম রবসন মেন্দনচা নামের একষট্টি বছর বয়সী এক গ্রন্থাগারিক, যিনি সাওপাওলোর রাস্তায় বসবাস করতেন।Em agosto de 2012, ela completa um ano de difusão do livro e da leitura.
7জর্জ অরওয়েল রচিত অ্যানিম্যাল ফার্ম উপন্যাসটি পড়ে তাঁর দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। তিনি বিশ্বাস করেন পাঠাভ্যাস মানুষের জীবনকে বদলে দেয়।Quem pedala a bicicloteca é Robson Mendonça, 61 anos, um bibliotecário que já foi morador das ruas de São Paulo.
8রবসন মেন্দনচা এই পথটি উন্মুক্ত রেখেছেন যেন অন্যরা তা অনুসরণ করতে পারে, সেজন্য তিনি ওচাস (ওচাস [পর্তুগীজ]) পত্রিকা বিক্রেতাদের সঙ্গে রাস্তায় বেড়িয়ে পড়েন।A leitura d'A Revolução dos Bichos, livro escrito por George Orwell, provocou nele uma mudança de perspectivas, comprovando que a leitura transforma a vida das pessoas.
9বিষয়টি নিয়ে অন্য একটি পোস্ট এবং মেন্দনচা ও গৃহহীনদের সমর্থক হাজারো মানুষের নেতৃত্বে পরিচালিত মভিমেন্ত এস্তাদুয়াল দা পপুলাচাও এম শিতুয়াচাও দে রুয়া [গৃহহীনদের জন্য জাতীয় আন্দোলন] এ ইতঃপূর্বে আলোচিত হয়েছে।Robson Mendonça mantém o caminho aberto para que outros possam segui-lo, saindo das ruas assim como os vendedores da revista Ocas”, da qual já falamos em outro post, ou através do Movimento Estadual da População em Situação de rua, que Mendonça lidera e que advoga por uma população de milhares de pessoas sem residência.
10নীচের ভিডিওতে সাও পাওলোয় বিচ্চিলোতেচার কার্যক্রম দেখা যাচ্ছে:O vídeo abaixo mostra a atividade da Bicicloteca em São Paulo:
11এই উদ্যোগটি ইনস্টিটিউটো মবিলিদাদে ভার্দ (আইভিএম, পরিবেশবান্ধব পরিবহণ সংস্থা) নামক সংস্থার কেন্দ্রীয় কর্মসূচির অংশ। আইভিএম একটি অলাভজনক বেসরকারি সংস্থা, যা শহরের জন্য বিকল্প ও টেকসই পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।Essa iniciativa é parte das atividades do Instituto Mobilidade Verde, uma ONG sem fins lucrativos que atua na reflexão de meios de transporte alternativos sustentáveis para as cidades.
12সংস্থাটির সভাপতি লিঞ্চলেন পাইভা ইমেইলে উদ্যোগটি কীভাবে শুরু হলো, তা নিয়ে স্মৃতিচারণ করেছেন:Por e-mail, o presidente da organização, Lincoln Paiva, conta como tudo começou:
13বিচ্চিলতেচা বিশ্বের বিভিন্ন স্থান থেকে উঠে আসা একটি স্বাধীন আন্দোলন, যার উদ্দেশ্য যথাসম্ভব সস্তায় ও সহজে সেই স্থানে পৌঁছানো যেখানে প্রথাগত গ্রন্থাগার পৌঁছাতে পারে না।A Bicicloteca é um movimento independente que nasceu em diversos lugares do mundo com o objetivo de chegar onde as bibliotecas tradicionais não chegam e da forma mais simples e barata possível.
14গৃহহীনদের জন্য বিচ্চিলতেচা জন্ম হয়- রবসন মেন্দনচার সঙ্গে আমার আলাপের পর। রবসন মেন্দানচা একজন ভূতপূর্ব রাস্তাবাসী মানুষ, যে ‘অ্যানিম্যাল ফার্ম' উপন্যাসটি পড়ার রাস্তায় বসবাস ছেড়ে দেয়।A bicicloteca dos Moradores de rua nasceu depois de um encontro que eu tive com o Robson Mendonça, ex-morador de rua que saiu das ruas depois de ter lido “Revolução dos Bichos”.
15ইনস্টিটিউটো মবিলিদাদে ভার্দ প্রথম বিচ্চিলোতেচাটি দান করে, বাকিগুলো এসেছে বিভিন্ন ব্যক্তিগত অনুদান থেকে।O instituto doou a primeira bicicloteca e depois vieram outras doadas pela iniciativa privada.
16একবছরের মধ্যে বিচ্চিলতেচা ১০৭, ০০০ টি বই কোনো আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই ঋণ দিয়েছে এবং আরো ৩০,০০০ বই সংগ্রহে যোগ করতে যাচ্ছে।Em um ano, a Bicicloteca realizou mais de 107.000 empréstimos sem nenhuma burocracia e contando com um acervo de mais de 30.000 livros.
17বর্তমানে ইনস্টিটিউটো মবিলিদাদে ভার্দ প্রকল্পটি তত্ত্বাবধান করছে, পাশাপাশি এই প্রকল্প গ্রহণে আগ্রহী বেসরকারি সংস্থাগুলোর কাছে তা পৌঁছে দেবার জন্য কাজ করে যাছে।Atualmente, o Instituto Mobilidade Verde trabalha no monitoramento desse projeto e na sua expansão para outras ONGs interessadas em adotá-lo.
18বিচ্চিলতেচা দৃষ্টিহীনদের ব্রেইল (অন্ধ ব্যক্তিদের জন্য বিশেষ ধরনের লিখন বা মুদ্রণ পদ্ধতিতে ছাপা) বই ধার দেয়, জনবহুল চত্বরে নিজেদের কার্যক্রম পরিচালনা করে, বিভিন্ন সড়কে (ঐতিহাসিক পদযাত্রা)'র অয়োজন করে।A bicicloteca também empresta livros em braille para deficientes visuais, promove saraus em praças públicas, ocupa as ruas com passeios por locais históricos.
19প্রকল্পের লোগো, ফ্লিকার থেকে গ্রীনমোবিলিটির সৌজন্যে। সিসি বাই-এনসি ২.Logomarca do projeto, no Flickr de GreenMobility (CC BY-NC 2.0)
20০। এই কর্মসূচিগুলোর একটি ইতিবাচক প্রভাব রয়েছে, আইভিএম এবং বিচ্চিলতেচার এই উদ্যোগ পরিবেশ ও সংস্কৃতি বিভাগে টেকসই নাগরিক পুরস্কার ‘প্রেমিও চিদাদাও সুসতেনতাভে' [টেকসই নাগরিক পুরস্কার] এর জন্য মনোনয়ন লাভ করেছে, যা এর কাজের স্বীকৃতি স্বরূপ।
21এমনকি সেই দুঃসময়ে যখন কতিপয় মানুষের বিদ্বেষের কারণে উদ্যোগটি বন্ধ হবার উপক্রম হয়েছিল, তখনো সাওপাওলো শহর উদ্যোগটির প্রতি নিজের সমর্থন ও সন্মান প্রদর্শন করেছে।Todo esse trabalho tem gerado repercussões positivas, e um dos exemplos do seu reconhecimento foi o fato do Prêmio Cidadão Sustentável indicar o IMV e a iniciativa bicicloteca nas categorias Meio Ambiente e Cultura.
22২০১১ সালের সেপ্টেম্বরে বিচ্চিলতেচা চুরি হয়ে যায়, কিন্তু স্থানীয় গণমাধ্যমে বিষয়টির গুরুত্বপূর্ণ প্রচার চুরি হওয়া উপকরণগুলো উদ্ধারে বিশেষ ভূমিকা রাখে।Até mesmo uma adversidade, que poderia ter encerrado o trabalho, revelou o respeito e o afeto de toda a cidade de São Paulo.
23কতিপয় মানুষের এই বিদ্বেষ, বিচ্চিলতেচা প্রেমীদের সংহতি আরো দৃঢ় করে তোলে, যার প্রতিফলন দেখা যায় মোভেরে তে।Em setembro de 2011, a bicicloteca foi roubada, mas a grande repercussão na imprensa local contribuiu para que o equipamento fosse recuperado.
24এই মোভেরে একটি অন-লাইন জন-অর্থায়ন (ক্রাউড ফান্ডিং) কেন্দ্র।Essa adversidade foi transformada em mobilização no Movere, uma plataforma online de financiamento coletivo.
25নিচের ভিডিও চিত্রটির মাধ্যমে দুটি বিচ্চিলতেচা তৈরির জন্য প্রয়োজনীয় ১২ হাজার রেয়াইস সংগ্রহ করা হয়:O vídeo abaixo foi usado para solicitar o apoio de 12 mil reais para a construção de duas biciclotecas:
26সৃজনশীল প্রয়াসের ধারাবাহিকতায় বিচ্চিলতেচায় যুক্ত করা হয় বিনামূল্যের সৌরশক্তি চালিত অন্তর্জাল সংযোগ যা বিচ্চিলতেচা সর্বত্র বহন করে।Continuando a inovar, a bicicloteca também leva internet gratuita por onde passa, utilizando energia solar no empreendimento.
27এবং এটি শুধু গৃহহীনদের জন্য নয়, কোন বাধা ছাড়াই বিচ্চিলতেচা তথ্য-বিনোদন- সংস্কৃতি জগতে সাধারণ মানুষ, শ্রমিক ও শিক্ষার্থীদের প্রবেশাধিকার উন্মুক্ত করে দিয়েছে।E já não atende apenas moradores de rua. Sem nenhum impedimento a bicicloteca democratiza o acesso à informação, entretenimento, cultura, à população em geral, trabalhadores e estudantes.
28ব্রাজিলের যেখানেই বিচ্চিলতেচা যায় যেখানেই একটি বার্তা নিয়ে যায়- বই জীবন পরিবর্তন করতে পারে।No Brasil, por onde passa, a bicicloteca leva a mensagem de que um livro pode mudar uma vida.
29একই ধারণা নিয়ে ‘লাইব্রেরি উইদাউট বর্ডার' নামক একটি সংগঠন ঝুঁকি ও অভাবের মধ্যে থাকা হাইতির মানুষগুলোর জন্য ভ্রাম্যমাণ গ্রন্থাগার স্থাপন করে বই পড়ার ব্যবস্থা করে দিয়েছে, যা এক্ষেত্রে দৃষ্টান্ত স্বরূপ।Com esse mesmo pensamento, a organização Bibliothèque Sans Frontières (Bibliotecas Sem Fronteiras, fr), por exemplo, está possibilitando a leitura em situações de risco e necessidade no Haiti, inaugurando bibliotecas móveis para atender a população local.
30পৃথিবীতে গ্রন্থাগার সম্পর্কে সৃজনশীল দৃষ্টিভঙ্গির পর্যাপ্ত সুযোগ রয়েছে।O mundo tem espaço de sobra para toda a inventividade de bibliotecas.