# | ben | por |
---|
1 | ইরান: মীর হোসেন মুসাভির ব্যঙ্গচিত্র গ্রীন মুভমেন্ট নামক আন্দোলনকে আহত করেছে | Irã: Cartoon de Mir-Hossein Mousavi Entristece “Verdes” |
2 | নিকহঙ্গ কাউসার কানাডায় বাস করা ইরানের এক অন্যতম ব্যঙ্গচিত্র বা কার্টুন শিল্পী। তিনি এ মাসে একটি কার্টুন পোস্ট করেছেন। | Um importante cartunista e blogueiro iraniano baseado no Canadá, Nikahang Kowsar [en], postou este mês um cartoon do líder oposicionista Mir-H0ssein Mousavi que causou inúmeras reações na mídia cidadã iraniana. |
3 | এই কার্টুন ইরানের বিরোধী নেতা মীর হোসেন মুসাভির। | |
4 | তার এই কার্টুন ইরানের নাগরিক প্রচার মাধ্যমে প্রচণ্ড প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। | Ele mostra Mousavi sentado em uma mesa daqui a 10 anos, escrevendo a sua 300ª declaração. |
5 | এই কার্টুনে দেখা যাচ্ছে মুসাভি এখন থেকে ১০ বছর পরে একটি টেবিলে বসে তার ৩০০-তম বিবৃতিটি লিখছে। | O cartoon não está insultando diretamente Mousavi, mas mostra um resultado desfavorável para os seus apoiadores. |
6 | এই কার্টুনে মুসাভিকে সরাসরি অপমান করা হয়নি, কিন্তু এই কার্টুন তাকে সঠিক ভাবে উপস্থাপন করেনি বলে তার সমর্থকরা মনে করে। | Talvez respondendo à indignação causada pelo cartoon, Roozonline, um site de oposição, o removeu de seu próprio site sem explicação. |
7 | সম্ভবত এই কার্টুনের উপর প্রতিক্রিয়া প্রদান করতে গিয়ে বিরোধী এক ওয়েবসাইট রুজঅনলাইন তাদের নিজস্ব সাইট থেকে কোন ব্যাখ্যা ছাড়াই এটি সরিয়ে ফেলে। | Enquanto isso, vários sites conservadores (pro-governo) no Irã republicaram o cartoon e “comemoraram” o que eles vêem como uma oscilação de humor entre os “contra-revolucionários” (da oposição). |
8 | অন্যদিকে ইরানের ভেতরে অনেক রক্ষণশীল (সরকারপন্থী) ওয়েবসাইট এই কার্টুনটি পুনরায় প্রকাশ করেছে এবং এটি নিয়ে “উদযাপন করে”, যাকে তারা “প্রতি বিপ্লবীদের” অবস্থান পাল্টে যাবার মেজাজ হিসেবে (বিরোধীদের) দেখছে। | |
9 | সাবজা ১৩৮৮ লিখেছে [ফার্সী ভাষায়]: | Sabz1388 escreve [fa]: |
10 | মুসাভি ফেরেশতা নন, তিনি পৃথিবীর একজন মানুষ, যিনি ভুল করতে পারেন। | Mousavi não é um santo, ele é um ser humano da Terra que comete erros. |
11 | নিকহঙ্গ, ১৯৮০-এর দশকে মৃত্যুদণ্ডের ব্যাপারে মুসাভির ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন করেন…, আমি জানি না, সে সময় তার ভূমিকা কি ছিল, সে সময় আমি বেশ ছোট ছিলাম। কিন্তু মুসাভি বর্তমানে প্রদান করা মৃত্যুদণ্ডের সমালোচনা করেনি….. | Nikahang nos pergunta sobre a reação de Mousavi frente às execuções em 1980… Eu não sei, eu era muito jovem na época, mas Mousavi criticou execuções recentes… Argumentos a favor e contra Nikahang só nos fazem desviar das novidades e atividades do Movimento Verde. |
12 | নিকহঙ্গ এর পক্ষে বা বিপক্ষে যুক্তি কেবল গ্রীন মুভমেন্টের সংবাদ ও কাজ থেকে আমাদের দুরে সরিয়ে দেবে। | |
13 | জ্যাকবজ্যাকোবি উল্লেখ করেন [ফার্সী ভাষায়] কার্টূনে দেখান মুসাভির ৩০০ তম বিবৃতির কথা এবং বলেন, এমনকি মৌসাভির কঠোর সমালোচকও অস্বীকার করতে পারবে না যে, তিনি প্রতিরোধ করছেন না এবং ইরানের নাগরিকদের অধিকারের দাবি জানাচ্ছেন না। | Jacoobjacoobi se refere [fa] a 300ª declaração de Mousavi no Cartoon e diz que mesmo os mais severos críticos de Mousavi não podem negar que ele está resistindo e defendendo os direitos do povo iraniano. |
14 | সোগলমে যুক্তি দেখাচ্ছে [ফার্সী ভাষায়] যে নিকহঙ্গ মুসাভির অহিংস আন্দোলনকে নিয়ে মজা করেছেন। | Sogholme argumenta [fa] que Nikahang está zombando da forma não-violenta de luta de Mousavi. |
15 | নিকহঙ্গ নিজে এই বিষয়টি অস্বীকার করেন এবং লিখেন [ফরাসী ভাষায়], তিনি নিজেও অহিংস আন্দালনের সমর্থক: | O próprio Nikahang discorda e escreve [fa] que ele também apóia a não-violência: |
16 | “আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে প্রশ্ন করেছে আমি কি মুসাভিকে ধ্বংস করতে চাই। | “Alguns amigos me perguntaram se eu quero destruir Mousavi. |
17 | আমার উত্তর হচ্ছে আমি মোটেও তা চাই না। | Minha resposta é de modo algum. |
18 | তার সাথে আমার কোন ব্যাক্তিগত দ্বন্দ্ব নেই। আমি এক ব্যঙ্গচিত্র শিল্পী এবং ক্ষমতার উভয় দিকে যা রয়েছে, সে সব নিয়ে আমি মজা করব, সেগুলোকে নিয়ে প্রশ্ন করব”। | Eu não tenho problema pessoal algum com ele… Eu sou um cartunista e devo fazer piada dos dois lados do poder, os questionando.” |
19 | নিকহঙ্গ আরেকটি কার্টুন এঁকেছেন, যেখানে তিনি মৌসাভি একজন সবুজ ফেরেশতা বা গ্রীন সেইন্ট হিসেবে চিত্রিত করেছেন। | |
20 | তাকে তিনি ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমেদিনেজাদের সাথে তুলনা করেছেন, যে মৌসাভি এক সময় দাবি করেছিল জাতি সংঘে ভাষণ দেবার সময় তার মাথার চারপাশে এক উজ্জ্বল আলো দেখা দিয়েছিল। | Nikahang desenhou outro cartoon mostrando Mousavi como um santo “verde”, comparando-o com o presidente Mahmoud Ahmadinejad que, uma vez, alegou [en] ter uma luz em volta dele durante um discurso na ONU. |