Sentence alignment for gv-ben-20130702-37173.xml (html) - gv-por-20130602-43285.xml (html)

#benpor
1ভিডিওঃ ব্রাজিলে এক শিশুর নিরামিষ ভোজনের জ্ঞানের ভিডিও ছড়িয়ে পড়েছেVÍDEO: Garoto vegetariano vira hit internacional
2তিন-বছর বয়সী লুইজ এন্টনিও - এর একটি ইউটিউব ভিডিও আছে যেখানে সে তাঁর মাকে ব্যাখ্যা করছে, কেন সে দুপুরের খাবারে অক্টোপাসের নচ্ছি খেতে চায় না।Um vídeo de Luiz Antonio, de três anos, explicando para a mãe o porquê de não querer comer um nhoque de polvo se tornou o último sucesso internacional da internet.
3ভিডিওটি বর্তমানে সারা বিশ্বজুড়ে সর্বাধিকবার দেখা ভিডিও - এর খেতাব জিতেছে। ব্রাজিলের ছোট বাচ্চাটি তর্ক করছে, সে মাংশ খেতে পছন্দ করে না।O pequeno vegetariano brasileiro argumenta que não gosta de comer carne porque “quando comemos os animais, eles morrem”, e que gosta de ver bicho “em pé, feliz”, explicando que devemos “cuidar deles, não comer”.
4কারন, “আমরা পশুদের খেয়ে ফেললে তাঁরা মারা যায়” এবং বলেছে, সে প্রাণীদের জীবিত ও সুখী দেখতে ভালোবাসে।O vídeo original, publicado no YouTube em 15 de maio de 2013, alcançou quase 1.500.000 visualizações em apenas duas semanas.
5সে আরো ব্যক্ত করেছে, আমাদের “তাঁদের খেয়ে ফেলা উচিৎ নয়, তাঁদের যত্ন নেওয়া উচিৎ”।A versão em inglês foi publicada em 29 de maio, e três dias depois já foi vista mais de 900.000 vezes.
6প্রকৃত ভিডিওটি ১৫ মে, ২০১৩ তারিখে পর্তুগিজ ভাষায় ইউটিউবে আপলোড করা হয়, যা মাত্র দু'সপ্তাহে প্রায় ১,৫০০,০০০ বারের কাছাকাছি দেখা হয়ে গেছে।Em um país onde apenas uma pequena parcela da população opta pela alimentação vegetariana, o vídeo viralizou e gerou discussões calorosas sobre o assunto no YouTube e Facebook.
7এটির ইংরেজী সংস্করনটি ২৯ মে প্রকাশিত হয় এবং কেবলমাত্র তিনদিনের মধ্যে তা প্রায় ৯০০,০০০ বারের বেশী দেখা হয়ে গেছে।
8এমন একটি দেশ যেখানে খুব সামান্য সংখ্যক লোক নিরামিষভোজী খাদ্যাভ্যাসে অভ্যস্ত, সেখানে এই ভাইরাসের মতো ছড়িয়ে পরা ভিডিওটি ইউটিউব ও ফেসবুকে নিরামিষ ভোজন সম্পর্কে একটি উত্তপ্ত বিতর্কের স্ফুলিঙ্গ নির্গত করেছে।
9কার্লোস অগাস্টো এন্ড্রেড কারনটি ব্যাখ্যা করেছেনঃ
10ভিডিওটি ফেসবুকে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে।Carlos Augusto Andrade explica o motivo:
11এটি এমন ভিডিওগুলোর একটি যা সবধরনের মানুষের সাথে আপনি শেয়ার করতে পারেনঃ আপনার মা, আপনার খালা, আপনার বন্ধু, যার সাথে আপনি বিদ্যালয় থেকে একত্রে আছেন… এবং যদিও ফেসবুক ও ইউটিউবে কিছু গ্রুপ নিরামিষ ভোজন সম্পর্কে আলোচনা করতে ভিডিওটি ব্যবহার করেছে। আমরা বুঝতে পারছি এটি যে কারনে ছড়িয়ে পরেছে তা হলোঃ একটি ভিডিও যেখানে একটি মিষ্টি বাচ্চা অদ্ভুতভাবে তাঁর বয়সের চেয়ে বেশি বাকপটু এবং এমন একটি বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানাচ্ছে যা আমাদের অনেকের মাঝেই বাধা দেয়ার ও প্রতিক্রিয়া জানানোর মতো প্রভাব বিস্তার করে।O vídeo viralizou ontem [29 de maio de 2013] no Facebook, daqueles que todo tipo de gente compartilha: sua mãe, sua tia, seus amigos descolados, os contatos da época do colégio… E apesar de alguns grupos no Facebook e no Youtube terem usado o vídeo para discutir o vegetarianismo, a gente entende que ele viralizou pelo que é, mesmo: um vídeo fofo de uma criança sendo curiosamente eloquente pra sua idade e refletindo sobre algo que nem todos nós nos damos ao trabalho de parar pra refletir.
12“গোলমাল ছাড়া নিরামিষভোজী রান্না” বিষয়ক ইউটিউবের একটি অনুষ্ঠান, ভেজেটারির‍্যাঙ্গো - এর পুরোভাগের প্রধান পাচক ফ্লাভিও গিউস্টি তাঁর ফেসবুক পেজে “ছোট্ট ছেলেটি, যে ইন্টারনেটে সবাইকে ছুঁয়ে গেছে” শিরোনামে স্নেহ-নিবেদন করে একটি ব্যানার প্রকাশ করেছেন।
13শুধুমাত্র এই ব্যানারটিকে ১,১৪৫ বারের চেয়েও বেশি বার শেয়ার করা হয়েছেঃ লুইজ অ্যান্টনিও - এর দর্শনঃ “আমরা প্রাণিদের খেয়ে ফেললে তাঁরা মারা যায়।Flavio Giusti, chef que comanda o VegetariRANGO - Programa de “Culinária Vegetariana sem Frescura” no YouTube - publicou em sua página no Facebook a homenagem abaixo.
14আমি এটা পছন্দ করি না। আমি তাঁদের জীবিত দেখতেই বেশি পছন্দ করি।Apenas esse banner foi compartilhado 1.145 vezes:
15আমাদের উচিৎ তাঁদের দেখাশোনা করা, তাঁদের খেয়ে ফেলা নয়”।Filosofia de Luiz Antonio, o “menininho que emocionou a internet”.
16শিশুটির কথার সরলতায় অনুপ্রাণিত হয়ে কিছু লোক মাংশ-মুক্ত জীবনধারণ বেছে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।Inspirados pela simplicidade do argumento do garoto, muitos resolveram adotar a alimentação sem carne, como algumas das pessoas com quem Viviane Zandonadi compartilhou o vídeo.
17যেমন ব্লগার ভিভিয়ান জানদোনাদি তাঁর অনেক বন্ধুবান্ধবের সাথেই ভিডিওটি শেয়ার করেছেন। একজন খাদ্য লেখিকা চিন্তায় পরে গেছেন, যদি তাঁর মেয়ে তাঁকে একই ধরণের প্রশ্ন করা শুরু করে তখন তিনি কি করবেনঃSem deixar de lado uma boa pitada de ironia, a blogueira, que escreve muito sobre culinária, reflete sobre o que vai dizer quando a filha começar a fazer as mesmas indagações:
18আমি উদ্বিগ্ন।Fico apreensiva.
19যখন আমার সময় আসবে, যদি কাটা আমাকে খাদ্য শৃঙ্খলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করে তখন আমি কি বলব, তা সম্পর্কে আমার কোন ধারণা নেই।Quando chegar a minha vez, se a Cata questionar a lógica da cadeia alimentar, não faço ideia do que vou dizer.
20লুইজ এ্যান্টনিও আমার যুক্তিগুলোকে বিপর্যস্ত করে দিয়েছে।O Luiz Antonio derrubou meus argumentos.
21ভিডিওটির শেষে লুইজ এ্যান্টনিও - এর মা কেঁদে ফেলেন এবং তাঁর ছেলেকে শুধুমাত্র ভাত ও আলুগুলো খেতে বলেন।Ao final do vídeo, a mãe de Luiz Antonio, chorando emocionada, pede que o filho coma apenas o arroz e as batatas.
22এসার্টো ডি কন্টাস ব্লগের জন্য গুইলহারমে কারভালহো লিখেছেন, তিনি আশা করেন অন্যান্য বাবা-মায়েরাও তাদের বাচ্চাদের সংবেদনশীলতাকে সম্মান করবেন।
23তিনি এটাও আশা করেন যে তারা জোর করে বাচ্চাদের মত পরিবর্তন করতে মিথ্যার অবলম্বন করা অথবা নির্বোধের মতো তর্ক করা বন্ধ করবেনঃ তাই, ২০১৩ সালে এসে আমাদের শিশুদের সাথে প্রতারণা করা বন্ধ করার সময় হয়েছে।Escrevendo para o blog Acerto de Contas, Guilherme Carvalho espera que outros pais comecem a respeitar a sensibilidade dos filhos, deixando de recorrer a mentiras ou argumentos fracos para forçar as crianças a mudarem de ideia:
24অন্যের দুঃখে দুঃখ বোধ করার তাদের অনুভূতি, যখন তারা প্রাণী ভক্ষণের আগ্রহ না দেখায় তখন তাদের ইচ্ছাকে দমন করা বন্ধ করার সময় এসেছে।Portanto, em pleno 2013, já é tempo de parar de enganar nossas crianças e abafar seu sentimento de compaixão quando demonstram inclinação para não comer animais.
25চলুন, এই স্বার্থহীনতা এবং অন্যের দুঃখে দুঃখ বোধকে সম্মান করি এবং মূল্য দেই।Respeitemos, e valorizemos, essa postura altruísta e compassiva.
26শিশুর নিরামিষভোজী হওয়াটা কোন সমস্যা নয় এবং আজকাল ব্যাপক তথ্য প্রমান রয়েছে, যাতে দেখা যায় এই অভ্যাসটির অনেক স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা রয়েছে।Ter um filho vegetariano não é um problema, e hoje há ampla literatura científica garantindo os potenciais benefícios desta opção à saúde.
27লুইজ এ্যান্টনিও - এর ভিডিওটি দেখে অনেকেই নড়ে চড়ে বসেছেন এবং আশান্বিত হয়েছেন।O vídeo de Luiz Antonio tem deixado muita gente emocionada - e esperançosa.