Sentence alignment for gv-ben-20090902-5702.xml (html) - gv-por-20090901-4154.xml (html)

#benpor
1যুক্তরাষ্ট্র, মেক্সিকো: নভোচারী জোসে হার্নানদেজ মহাকাশ থেকে টুইটার করছেনEUA, México: Astronauta José Hernández tuita do espaço
2নভোচারী জোসে হার্নানদেজ আন্তর্জাতিক মহাকাশ অভিযানের একটি অংশ হিসেবে বর্তমানে এক নভোযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করছেন। তিনি তার এই ১৩ দিনের অভিযানের সময় মহাশূন্য থেকে টুইটার করছেন।O astronauta José Hernández está nesse momento orbitando a Terra como tripulante do ônibus espacial em missão na Estação Espacial Internacional, e está postando no Twitter no decorrer dos 13 dias da viagem espacial.
3এক মেক্সিকান অভিবাসীর এই সন্তানের জন্ম আমেরিকায়। হার্নানদেজ তার জীবনের অর্ধেক অংশ পিতৃ ভূমিতে কাটিয়েছেন এবং বাকী অংশ অতিবাহিত করেছেন যুক্তরাষ্ট্রে।Nascido nos Estados Unidos e filho de imigrantes mexicanos, Hernández passou metade de sua vida no país de origem de seus pais e o restante nos Estados Unidos.
4মেক্সিকো রিপোর্টার অনুসারে তিনি মেক্সিকোর এক জাতীয় বীর এবং উভয় দেশে তার জীবন কাহিনী অনেককে প্রেরণা জুগিয়ে থাকে।De acordo com o Mexico Reporter, ele é um herói nacional no México [en] e sua história de vida é uma inspiração para muitas pessoas nos dois países.
5হার্নানদেজ এক প্রাক্তন অভিবাসী শ্রমিক যিনি তার পিতার সাথে, পিতা যে কাজ করতেন সেই কাজ করতেন, আর এখন তিনি তার প্রথম মহাশূন্য অভিযানে মহাকাশে পাড়ি জমিয়েছেন।Hernández já foi agricultor sazonal, tendo trabalhado no campo junto com seus país [en], e agora acaba de fazer a sua primeira viagem ao espaço.
6নভোচারী জোসে হার্নানদেজ এর ছবি, উইকিমিডিয়া কমন্সের সৌজন্যেO austronauta José Hernández. Crédito: Wikimedia Commons
7মহাকাশে পাড়ি দেওয়ার সময় তিনি তার দ্বিভাষিক টুইটার অ্যাকাউন্ট আপডেট (সাম্প্রতিকীকরণ) করতেন। তার অভিযান শুরুর তারিখ ছিল ২৫শে আগস্ট।Por meio de sua conta bilíngue no twitter [en, es], ele trouxe as últimas notícias durante os preparativos para o lançamento, que havia sido inicialmente programado para 25 de agosto.
8কিছু যান্ত্রিক ত্রুটির কারনে এই অভিযানের তারিখ পিছিয়ে যায়।Devido a alguns problemas técnicos, a data foi adiada várias vezes.
9যাত্রার ফলস স্টার্ট (ব্যর্থ শুরু) এবং ধারাবাহিক সময় সূচী কিছুসময় তাকে এক একঘেয়ে অনুভূতির জন্ম দেয়:O alarme falso para a partida e a repetitiva rotina preparatória passam a contar com um sentimento familiar depois de algum tempo:
10এক চমৎকার এক যাত্রা, আজ রাত ১.Saindo para correr.
11১০ ইডিটি (ইস্টার্ন ডে লাইট টাইম) সময়ে যাত্রা করা হবে, মনে হচ্ছে আজকের আবহাওয়া এই যাত্রাকে সহায়তা করবে!Parece que o tempo vai cooperar com o lançamento às 1h10 a.m EDT da noite de hoje!
12উৎসব মুখর গ্রাউন্ড হগ ডের মতো অনুভূতি হচ্ছে!:-)Tá bem para Dia da Marmota :-)
13যখন তিনি প্রস্তুতি নিচ্ছিলেন তখনকার কথা, সে সময় হার্নানদেজ মেক্সিকোর রাষ্টপ্রতি ফেলিপে ক্যালডেরনের সাথে টেলিফোনে কথা বলেন।Foi durante os preparativos que Hernández conversou por telefone com o presidente mexicano Felipe Calderón.
14অবশেষে দিনটি এলো এবং মহাকাশযান কক্ষ পথে পাড়ি জমাল ২৮ আগস্ট।Finalmente, chegou o grande dia e o ônibus espacial entrou em órbita em 28 de agosto.
15হার্নানদেজ মহাকাশে প্রথম দিনে তার যে চিন্তা তৈরি হয় তা তিনি প্রকাশ করেন:Ao chegar no espaço, Hernández compartilhou seus pensamentos no primeiro dia no espaço:
16ঠিকঠাক হওয়া এবং নিজের স্বপ্নকে উপলব্ধি করা… মাইক্রো জি অসাধারণ।Assentando e realizando meu sonho.
17কম্পিউটার সেট করার কাজ শেষ করা এবং বিছানায় যাবার জন্য প্রস্তুত হওয়া!O Micro G é um ótimo computador. Terminei a configuração, pronto pra a cama!
18কোন বালিশের প্রয়োজন নেই!Nem preciso de travesseiro!
19পরবর্তী দুই সপ্তাহ, হার্নানদেজ এই অভিযানের কর্মকাণ্ড নিয়ে তাজা সংবাদ ও ভবিষ্যতের কর্মকাণ্ড জানাতে থাকবেন।Nas próximas duas semanas, Hernández trará notícias sobre as tarefas da missão e atividades futuras:
20#অনঅরবিট তার তৃতীয় দিনের যাত্রা শেষ করেছে এবং স্টেশনে পৌঁছেছে।#onorbit Fim do dia 3, atracamos na estação.
21আমাদের তিনজন প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হল এবং মনে হচ্ছে তারা চমৎকার।Conheci 6 vizinhos, gente boa!
22এত সুন্দর যে আমার তাদের একজনকে ঘরের এক যাত্রা উপহার দিলাম!Tão gente boa que daremos carona a um deles na volta pra casa!
23তার এই অভিযানের অবশিষ্ট টু্‌ইটার পাবেন @এস্টো জোসে- তে।Siga os tweets do resto da missão em inglês e espanhol: @Astro_Jose