# | ben | por |
---|
1 | তিউনিসিয়া: অনলাইন মঞ্চ থেকে পুলিশী অত্যাচার পর্যবেক্ষণ | Tunísia: Plataforma Online para Monitorar Abuso Policial |
2 | ইয়েজ্জি [তিউনিসিয়ার আঞ্চলিক ভাষায় “যথেষ্ট”] একটি “তিউনিসিয়াতে পুলিশ পর্যবেক্ষণ মানচিত্র” যার উদ্দেশ্য হলো ঘুষ গ্রহণ, শারীরিক বা যৌন নির্যাতন থেকে শুরু করে বর্ণবিদ্বেষ এবং মৃত্যুর হুমকি পর্যন্ত পুলিশী অপব্যবহার নথিবদ্ধ এবং রিপোর্ট করা। | Yezzi [que pode ser traduzido como “basta” no dialeto tunisiano], é um “mapa de monitoramento de policiais na Tunísia” que busca documentar e relatar casos de abuso policial que incluem suborno, abuso sexual, violência, racismo e até mesmo ameaças de morte. |
3 | ডিজিটাল স্বাধীনতার জন্যে তিউনিসিয়ার সমিতি [ফরাসি নামের আদ্যক্ষর থেকে এটিএলএন নামে পরিচিত] মঞ্চটি চালু করেছে, যারা “তিউনিসিয়াতে একটি গণতান্ত্রিক, মুক্ত ও খোলা সমাজ গড়ে তুলতে সাহায্য” করার জন্যে ইয়েজ্জি'র মতো অনলাইন মঞ্ছ তৈরির নতুন প্রযুক্তির প্রয়োগ করছে। | A plataforma foi lançada pela Associação Tunisiana para as Liberdades Digitais [fr, conhecida como ATLN no acrônimo em francês], que desenvolve novas tecnologias para criar plataformas como Yezzi como uma maneira de “ajudar a construir uma sociedade democrática, livre e aberta na Tunísia”. Em abril, Yezzi ficou em primeiro lugar no Concurso Nacional de Softwares Livres, que neste ano premiou os projetos de código aberto mais inovadores. |
4 | বিনামূল্যের সফটওয়্যার হিসেবে ইয়েজ্জি জাতীয় প্রতিযোগিতায় প্রথম আবির্ভূত হয় গত এপ্রিলে এবং এই বছর সবচেয়ে উদ্ভাবনী মুক্ত-উৎস প্রকল্প হিসেবে পুরস্কৃত হয়। | A ATLN define Yezzi assim [fr]: Baseado na Plataforma Ushahidi, Yezzi procura coletar testemunhos de violência enviados por celular, pela web, via e-mail e SMS, e então posta essa informação em um Google Map. |
5 | এটিএলএন ইয়েজ্জি'কে সংজ্ঞায়িত করেছে এভাবে [ফরাসী ভাষায়]: আমরা বিশ্বাস করি যে স্বচ্ছতা শুধুমাত্র সমস্যার সমাধান করবে না সেগুলো ভাল করে বুঝতেও সাহায্য করতে পারে। | Yezzi implementa o conceito de crowdsourcing no serviço de mapeamento social por dispositivos móveis, bem como uma combinação de ativismo social, jornalismo cidadão e informações geográficas… Nós acreditamos que a transparência pode ajudar não apenas a resolver os problemas, mas também a compreendê-los melhor. |
6 | ইয়েজ্জি. ইনফো তিউনিসিয়াতে পুলিশী পর্যবেক্ষণ সহিংসতার বিরুদ্ধে স্বচ্ছতা। | Yezzi.info Monitoramento de Policiais na Tunísia. |
7 | অনেক বছর ধরে তিউনিসিয়া এমন একটি দেশে পরিণত হয়েছে যেখানে পুলিশের দুর্নীতি এবং অপব্যবহার দৃষ্টি এড়িয়ে যেত - তারা শাস্তি পেতো না। | Transparência contra a Violência. Por muitos anos, a Tunísia foi um país onde a corrupção policial e os abusos passaram despercebidos e impunes. |
8 | জনগণ এসব অন্যায় কর্ম সম্পর্কে নিজেদের মধ্যে কথা বললেও খুব কম লোকেই এসব নিয়ে প্রকাশ্যে বলতে বা ন্যায়বিচার চাইতে সাহস করতো। | As pessoas conversavam sobre isso entre si, mas apenas uns poucos ousavam falar em público ou recorrer à justiça. |
9 | পুলিশের নির্যাতনের শিকার অথবা কেউ পুলিশ কর্মকর্তাদের এধরনের অন্যায় কর্ম করতে দেখলে ইয়েজ্জি তাদের এধরনের ঘটনা সম্পর্কে ইচ্ছে করলে বেনামীভাবে অনলাইনে অভিযোগ করার সুযোগ করে দিয়েছে। | |
10 | এই মঞ্চটির ব্যবহারকারীরা পুলিশের নির্যাতন চিত্রায়িত করে ভিডিও এবং আপলোড করতে পারেন। ইয়েজ্জিকে নেটনাগরিকদের স্বাগত: | Yezzi oferece a quem passou por abuso policial - ou testemunhou o envolvimento de oficiais em transgressões - a chance de relatar esses incidentes, anonimamente se preferir. |
11 | তিউনিসিয়ার নেটনাগরিকরা ইয়েজ্জিকে স্বাগত জানিয়েছে। | Os usuários dessa plataforma também podem publicar vídeos e fotos ilustrando os fatos. |
12 | টুইটার মাধ্যমে তাদের কয়েকটি প্রতিক্রিয়া এখানে দেয়া হলো। | Yezzi foi bem recebida pelos internautas: Internautas tunisianos receberam bem a plataforma Yezzi. |
13 | @দা৭দু৭এ: টিএন. ইয়েজ্জি. | Aqui estão algumas de suas reações via Twitter. |
14 | ইনফো একটি ভাল উদ্যোগ যদিও সম্পূর্ণভাবে তথ্যপূর্ণ: থেকে পুলিশী লংঘন সম্পর্কে অভিযোগের একটি ওয়েবসাইট #পুলিশ #এন্নাহাদা | @Da7dou7a: tn.yezzi.info uma boa iniciativa, porém, puramente informativa: um website para relatar violações promovidas por policiais. |
15 | @আজিয়োজ: আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পৃষ্ঠায় নিচের বার্তাটি পোস্ট করেছিলাম: “অনুগ্রহ করে প্রশাসনিক বিজ্ঞাপন দিন টিএন. | |
16 | ইয়েজ্জি. | #Police #Enahdha |
17 | ইনফো/রিপোর্টস” সঙ্গে সঙ্গেই বার্তাটি ব্লক করে দেয়া হয়েছিল ? @জেসমিনটিএন: ইয়েজ্জি. | @Azyyoz: Eu postei a seguinte mensagem na página do Ministério do Interior no Facebook: “Anúncio da Administração, por favor acesse tn.yezzi.info/reports “=> a mensagem foi imediatamente bloqueada :D |
18 | ইনফো কাজে লাগতে পারে। তবে আমি আশা করি এটা আপনাদের কারো দরকার হবে না! | @JasminTN: Yezzi.info pode ser útil, mas enfim, espero que não aconteça com nenhum de vocês! tn.yezzi.info/main |
19 | টিএন. | |
20 | ইয়েজ্জি. | |
21 | ইনফো /প্রধান | |