Sentence alignment for gv-ben-20100110-8554.xml (html) - gv-por-20100110-5567.xml (html)

#benpor
1ওমান: পরিমিত খাদ্যগ্রহণ, পডকাস্ট, এবং উচ্চ শিক্ষা পদ্ধতিOmã: Dieta, Podcast e o Sistema de Ensino Superior
2ওমানী ব্লগাররা ব্লগিং করার জন্য আবার ফিরে এসেছে। তারা এ বছরের জন্য বড় সড় এক সঙ্কল্প ও পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে।Os blogueiros de Omã estão de volta à cena de blogs, já que iniciam o novo ano com grandes resoluções e planos.
3ব্লগার এটিজিএম এক নতুন ব্লগ শুরু করেছে। এই ব্লগে রয়েছে চূড়ান্ত এক পরিমিত খাদ্য পরিকল্পনা।O blogueiro ATGM [en] iniciou um novo blog para compartilhar o programa de sua dieta radical de apenas quatro refeições extremamente pequenas por dia e o consumo de quantidades enormes de água.
4এই খাদ্যগ্রহণ কর্মসূচিতে রয়েছে দিনে চারবার খুবই সামান্য পরিমাণ খাদ্য গ্রহণ এবং প্রচুর পরিমাণ পানি পান করা।Entretanto, ATGM está ciente de que não é possível manter esta dieta como parte permanente do estilo de vida e está considerando opções de vida mais saudáveis [en]:
5তবে এটিজিএম সচেতন যে, স্থায়ীভাবে এই খাদ্যাভ্যাস পালন করা সম্ভব নয় এবং তিনি স্বাস্থ্যকর জীবন যাপন পদ্ধতি বেছে নেবার বিষয়ে বিবেচনা করছেন:O que aprendi e concluí a partir de todas as informações que obtive relativas a dietas e alimentação saudável é que tudo depende de seus hábitos alimentares.
6পরিমিত এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করার সাথে সম্পর্ক যুক্ত সকল তথ্যের মধ্য দিয়ে আসার ক্ষেত্রে আমার যে উপলব্ধি হয়েছে, তা হল ; এটা সকলের খাদ্যাভ্যাসের বিষয়।Se você mantém equilíbrio nos horários das refeições que faz ao longo do dia, ingere porções menores de alimentos e bebe uma quantidade razoável de água, então, como conseqüência, você deveria ser capaz de estabilizar seu peso, manter sua forma e, mais importante, ter uma rotina alimentar saudável.
7যদি আপনি সারাদিন নির্দিষ্ট ভারসাম্য পূর্ণ সময় ধরে সুষম খাবার খান, পরিমাণে খানিকটা কম এবং প্রয়োজনীয় পানি পান করেন, তা হলে নিয়মিতভাবে আপনি আপনার ওজনকে একটি নির্দিষ্ট মাত্রায় স্থির রাখতে পারবেন, নিজের শরীরের গঠন ঠিক রাখতে পারবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার প্রতিদিন স্বাস্থ্যকর এক খাদ্য সূচী থাকবে।
8লেখকের ব্লগে আপনি তার খাদ্য তালিকার উন্নয়ন সম্বন্ধে জানতে পারবেন।
9এ বছর ওমানী ব্লগ জগৎে এক হাস্যরসমূলক পডকাস্টের সূচনা হয়েছে।Saiba mais sobre o progresso da dieta do ATGM em seu blog [en].
10এর নাম টি-জাংশান। কৌতুকের মাধ্যমে অডিও বা শ্রবণযোগ্য ধারাবাহিক এই অনুষ্ঠানে স্থানীয় পত্রিকায় যে সমস্ত সংবাদ ছাপা হয় সেগুলো নিয়ে আলোচনা করা হয়।A novidade na blogosfera de Omã este ano é o lançamento de um podcast satírico chamado T-Junction que se ocupa em discutir, de forma cômica, em seus episódios curtos em áudio, as últimas notícias publicadas em jornais locais.
11এই অনুষ্ঠান তৈরি করেছেন মোহাম্মদ আল তামামি এবং আবদুল্লাহ আলি।
12তাদের সম্বন্ধে আরো জানতে পারবেন বিইনওমান.O programa é realizado por Mohammed Al Tamami e Abdulla Ali.
13কম এবং তাদের ফেসবুকের পাতায়। নিচে তাদের সাম্প্রতিক অনুষ্ঠানটি তুলে দেওয়া হয়েছে।Você pode saber mais sobre eles em BeInOman.com [en] e em sua página no Facebook.
14এখানে এটা বেশ গুরুত্বপূর্ণ লেখা রয়েছে।Abaixo está o episódio mais recente [em inglês]:
15মাসকাট কনফিডেনসিয়াল ব্লগের আন্ডারকাভার ড্রাগন সম্প্রতি দুবাইয়ে অবস্থিত মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের চীফ অপারেটিং অফিসার (সিওও) বা প্রধান পরিচালনা কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছেন।Numa nota mais séria, Undercover Dragon do Muscat Confidential [en] entrevistou recentemente o chefe de operações da Universidade Estadual do Michigan, em Dubai, para saber a sua opinião a respeito do sistema de educação superior em Omã [en].
16এই সাক্ষাৎকারের উদ্দেশ্য ছিল ওমানের উচ্চ শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে তার মতামত জানা। এই সাক্ষাৎকারে উঠে এসেছে যে ওমানের শিক্ষা ব্যবস্থা অতীব নিম্ন মানের।A entrevista sugere que o sistema eduacional de Omã é fraco devido à prática generalizada de plagiarismo, à impropriedade do sistema de avaliação e à cultura de passar todos de ano.
17এর কারণ এখানে চৌর্যবৃত্তির (অন্যের কাজ নিজের বলে চালিয়ে দেওয়া) বিস্তার ঘটেছে, শিক্ষার মান মূল্যায়ন পদ্ধতি যথাযথ নয়, এবং এখানে সবাইকে পরীক্ষায় পাশ করিয়ে দেবার সংস্কৃতি চালু রয়েছে।Sugestões de como melhorar o sistema mencionado na entrevista incluem a introdução de um sistema de acreditação e publicação de dados de empregabilidade e de salário de tal forma a possibilitar a comparação entre faculdades e forçá-las a competir entre si.
18এই সাক্ষাৎকার-এ তিনি পরামর্শ দিয়েছেন কি ভাবে শিক্ষা পদ্ধতির উন্নতি ঘটানো যায়।
19এর মধ্য যুক্ত করেছেন শিক্ষা মূল্যায়ন পদ্ধতি (যথাযথ এবং বৈধ মানের মাধ্যমে যোগ্যতা অর্জন) এবং উপযুক্ত চাকুরির তথ্য ও বেতনের অঙ্ক প্রকাশ করা, যাতে মহাবিদ্যালয়গুলোর মধ্য তুলনা করা যায় এবং তাদের ভেতরে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে বাধ্য করা যায়।
20পুরো সাক্ষাৎকারটি আপনি মাসকাট কনফিডেনসিয়ালে পড়তে পারবেন।Você pode ler a entrevista completa no Muscat Confidential [en].