Sentence alignment for gv-ben-20110615-18060.xml (html) - gv-por-20110615-21366.xml (html)

#benpor
1সিরিয়াঃ সমকামী ব্লগার আমিনা আসলে এক বিবাহিত আমেরিকান পুরুষSíria: Amina, a blogueira lésbica, é um americano casado
2এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
3জানা গেছে যে গে গার্ল ইন দামেস্ক নামক ব্লগার এক বিবাহিত আমেরিকান পুরুষ। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, আমিনা আরাফকে সিরীয় কর্তৃপক্ষ ধরে নিয়ে গেছে বলে দাবী করে বিশ্বকে এই মিথ্যা ঘটনার পেছনে ছোটানোর ক্ষেত্রে তার বিশেষ কোন উদ্দেশ্য ছিল না।Foi revelado que o blog The Gay Girl in Damascus [en] é na verdade escrito por um americano heterossexual e casado que aparenta não ver nenhum problema em enganar o mundo inteiro afirmando que Amina Arraf foi sequestrada pelas autoridades sírias em Damasco na semana passada.
4এক সপ্তাহ আগে তার এই ব্লগে এই এই বিষয়টি দাবী করা হয়। এই ঘটনার পর সাতদিন পর্যন্ত থমাস ম্যাকমাস্টার নিরব থাকার সিদ্ধান্ত নেন।Thomas MacMaster escolheu ficar em silêncio por sete dias inteiros enquanto ativistas, blogueiros e até autoridades continuavam procurando Amina, receando o pior.
5এদিকে একটিভিস্ট ব্লগার, এবং এমনকি কর্মকর্তারাও হন্যে হয়ে আমিনাকে খুঁজতে থাকে।
6সবাই ভয় পাচ্ছিল যে আমিনার ক্ষেত্রে সবচেয়ে খারাপ কিছু না ঘটে যায়। কিন্তু তখনই প্রশ্ন তৈরি হওয়া শুরু হতে থাকে যখন একজন নারী দাবী করে যে, তাকে আমিনা বলে চালানো হচ্ছে।Perguntas começaram a ser levantadas quando uma mulher alegou que ‘Amina' personificou sua aparência, roubando fotos de uma conta privada no Facebook, enquanto investigações questionaram se a garota lésbica de Damasco poderia vir a não ser a pessoa que se dizia.
7সে জানায়, তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে তার ছবি চুরি করে এই কাণ্ড ঘটানো হয়েছে। এ অনুসন্ধানে এই প্রশ্ন তৈরি হয় যে গে গার্ল ইন দামেস্ক বলে যাকে দাবী করা হচ্ছে, আদতে সে তা নয়।No blog Electronic Intifada, Ali Abunimah e Benjamin Doherty juntaram as peças do quebra-cabeças, apontando para MacMaster como o possível autor do blog:
8গতকাল ইলেক্ট্রনিক ইন্তিফাদায় আলি আবু নিমাহ এবং বেনজামিন ডোহার্টি একসাথে এই রহস্যের খানিকটা জোড়া দেবার চেষ্টা করেছে। তারা ম্যাকমাস্টার-এর দিকে অঙ্গুলি নির্দেশ করে তাকে এই ব্লগের সম্ভব্য লেখক হিসেবে চিহ্নিত করে।As informações apresentadas a seguir conectam a blogueira “Amina” blogger a duas pessoas na vida real: Thomas (Tom) J MacMaster e Britta Froelicher, que formam um casal.
9যখন আমরা বিশ্বাস করছি যে, এখানে যে সব তথ্য সংগৃহিত করা হয়েছে তা নিজস্ব অধিকারে করা হয়েছে, আমরা এর সাথে বেশ কিছু স্বাধীন উত্স থেকে বাড়তি আরো কিছু নিশ্চিত সংবাদ সংগ্রহ করেছি, যা আমরা প্রকাশ করেনি এবং এইসব সংবাদ আমাদের আত্মবিশ্বাস সুনিশ্চিত ভাবে বাড়িয়ে দিয়েছে।
10এই প্রতারণার পেছনে উক্ত ব্যক্তির উদ্দেশ্য বা তার পেছনে যে ছিল তাকে আমরা চিনি না।
11নীচে যে তথ্য প্রদান করা হয়েছে তা জানাচ্ছে যে আমিনা নামক ব্লগার বাস্তবে দুটি চরিত্রের সাথে যুক্ত, তারা হচ্ছে টমাস (টম) জে ম্যাকমাস্টার এবং ব্রিট্টা ফরেলিচার, যারা বাস্তব জীবনে স্বামী স্ত্রী।A Electronic Intifada escreveu a MacMaster pedindo para falar com ele sobre “Amina”, ao que ele respondeu: “Obrigado, mas como já disse antes, não sou eu nem minha esposa”.
12ইলেক্ট্রনিক ইন্তিফাদা আমিনার ব্যাপারে কথা বলার জন্য ম্যাকমাস্টারকে অনুরোধ জানিয়ে লিখেছিল, যার সে উত্তর করে এ ভাবে “ ধন্যবাদ, যেমনটা আমি আগেও বলেছি , আমি বা আমার স্ত্রী কেউ আমিনা নয়”।Em um post rápido chamado Pedido de desculpas aos Leitores, MacMaster, identificando-se como o único autor de todos os posts no blog, finalmente desculpou-se, dizendo:
13ম্যাকমাস্টার উক্ত ব্লগের সব পোস্টের সব লেখার লেখক হিসেবে চিহ্নিত হয়েছে, সে তার এক সংক্ষিপ্ত পোস্ট যার শিরোনাম “পাঠকের কাছে ক্ষমা প্রার্থনা-তে” অবশেষে তার এই কাজের জন্য ক্ষমা প্রার্থনা করেছে।
14সে বলেছে: আমি বিশ্বাস করি না যে আমি কারো ক্ষতি করেছি-আমি মনে করি যে আমি এক গুরুত্বপুর্ণ বিষয়ের ক্ষেত্রে এক কণ্ঠস্বরের সৃষ্টি করেছি, যা আমি অত্যন্ত জোরালো ভাবে অনুভব করি।Eu não acredito que eu tenha feito mal a ninguém - Sinto que criei uma voz importante para as questões que muito me preocupam.
15অন্যেরা বিশ্বাস করে যে ম্যাকমাস্টারের বর্ণনা অত্র এলাকার একটিভিস্টদের কাজ, সামাজিক প্রচার মাধ্যম এবং এ বছর আরব বিপ্লবের সময় তা যে ভুমিকা রেখেছে এবং আরব ব্লগস্ফেয়ারের সকল কৃতিত্বকে নষ্ট করে ফেলবে।Outros acreditam que a fraude de MacMaster atravacou o trabalho em campo de ativistas, da mídia social e prejudicou o papel que estão desempenhando neste ano de revoluções árabes e a credibilidade da blogosfera árabe.
16অনেকে উল্লেখ করেছে যে তার এই মশকরা সত্যিকারের একটিভিস্টদের যে প্রচারণার উদ্যোগ, সে সব থেকে মনোযোগ দুরে সরিয়ে দেবে এবং যে সমস্ত ব্লগার সেখানে বন্দী এবং হুমকীর সম্মুখীন এবং একই সাথে সিরিয়ার পুরুষ সমকামী সম্প্রদায়কে ঝুঁকির মুখে ঠেলে দেবে।Alguns também notaram que o trote desviou a atenção de campanhas coordenadas por ativistas e blogueiros realmente presos e sofrendo ameaça, além de também colocar em risco a comunidade gay da Síria.
17আমেরিকান-আরব গ্রুপ ব্লগ কাবোবফেস্ট-এ আলি আব্বাস এবং আসিয়া বৌয়ানায়ুচি এই লেখাটা পোস্ট করেছে, সেখানে তারা লিখেছে:No blog comunitário American-Arab Kabobfest, Ali Abbas e Assia Bounaoui publicam esse post, onde dizem:
18ম্যাকমাস্টার, তার সকল বড় আকারের সুবিধা নিয়ে এক বিবাহিত সাদা আমেরিকান পুরুষ হিসেবে (যে সমকামী নয়), যথাযথ এবং নিশ্চিতভাবে তার অবতার (ইন্টারনেটে নিজের পরিচয় নির্মাণের জন্য সৃষ্টি করা চরিত্র) আমিনাকে এক নারী সমকামী হিসেবে চিত্রিত করেছে, এবং এই কাজ করার মধ্য দিয়ে সে সিরিয়ার অসংখ্য সমকামী ব্যক্তির জীবন হুমকীর মুখে ফেলে দিয়েছে।MacMaster, em todo o seu esplendor privilegiado de heterossexual branco americano, apropriou-se e “tirou do armário” seu avatar Amina como ativista lésbica, e com isso colocou vários gays sírios em risco. Escrever de uma casa aconchegante na Geórgia/Edimburgo/Turquia não acarreta nenhum risco, permitindo uma grande dose de negligência quando se trata de precisão e responsabilidade.
19জর্জিয়া/ এডিনবুর্গ/ তুরস্কের এক আরামদায়ক ঘরে বসে যারা এ ধরনের লেখা লেখে, তারা এর কারণে কোন ধরনের হুমকীর মুখে পড়ে না, এটি অজস্র শিথিলতা তৈরি করে যখন তার নির্ভরযোগ্যতা এবং গ্রহণযোগ্যতার বিষয়টি উঠে আসে।
20বলাই বাহুল্য তারপরেও এর শিকার বিশ্বের এই সব ম্যাকমাস্টাররা হবেন না। এক মিথ্যা রক্তপাত উদার নৈতিকতাকে আহত করে, কিন্তু তার শিকার হবেন সেই মাটির সন্তানরা, আমিনা যে মাটির প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়।No entanto, no fim das contas as vítimas não serão os MacMasters do mundo, os liberais de coração sangrando falsamente, mas as pessoas em campo que Amina não consegue representar.
21লেখকদ্বয় আরো লিখেছেন:Os blogueiros continuam:
22ম্যাকমাস্টারের দেরীতে আসা অলস ভীরু ক্ষমা প্রার্থনা এসে পৌছানো সত্বেও, আমিনার কখনো মধ্যপ্রাচ্যের সমকামী নারী সম্প্রদায়ের মঙ্গলের জন্য এক কাল্পনিক প্রতীক হয়ে উঠার চেষ্টা ছিল না।Independentemente de qualquer pedido de desculpas preguiçoso que MacMaster faça nervosamente, Amina nunca foi destinada a ser uma personagem fictícia para o aperfeiçoamento das mulheres ou comunidade LGBT no Oriente Médio.
23সে ছিল পশ্চিমা জগতের এক কল্পনা যার উদ্দেশ্য ছিল পশ্চিমের কাম উদ্দীপনা এবং সুড়সুড়ি প্রদান করা অনুভূতিকে জাগ্রত করা।Ela é uma fantasia ocidental destinada a despertar e excitar a sensibilidade ocidental a sentir, não a agir.
24এটা আসলে নব্য-প্রাচ্য বাদ, যা কেবল একটা ভৌগলিক অস্তিত্বের নতুন রুপ কল্পনা করাই নয়, তার সাথে নতুন মানব মানচিত্র আবিষ্কার করা।Foi a última palavra em neo-orientalismo, uma vez que não só re-imagina uma localização geográfica que existe, mas inventa toda uma paisagem humana.
25ম্যাকমাস্টার এখানে বিস্তারিত এক লেখার মাধ্যমে ক্ষমা চেয়েছে, যা এই জোচ্চুরির কারণে যারা হয়েছে, তারা একে প্রত্যাখান করেছে, যার মধ্যে বৃটিশ-কুর্দি লেখিকা রুওয়াদা মুস্তাফাও রয়েছে, যে টুইট করেছে:MacMaster escreve um pedido de desculpas mais longo aqui, que foi criticado por muitos dos que ficaram confusos com o trote, dentre os quais Ruwayda Mustafa, cidadão britânico-curdo que diz no Twitter:
26#আমিনাপ্রতারণা নামক ঘটনায় টম ম্যাকমাস্টার আবারো ক্ষমা প্রার্থনা করেছে: http://t.co/McfWpPj, যাতে সহানুভূতির লেশমাত্র নেই।Tom McMasters escreve um pedido de desculpas maior sobre o trote #Amina: http://t.co/McfWpPj Nem uma gota de simpatia aqui.
27এমন এক মানুষ যাকে অবজ্ঞা করা যায়।Cara patético.
28আবু নুমিয়া এর সাথে যোগ করেছে:Abunimah escreve:
29আমার ধারনা এই যে #আমিনাপ্রতারণা নামক বিষয়টির পেছনে যে মানুষটি, তার এ ধরনের কাজের এক লম্বা ইতিহাস আছে, এবং তার ছলনার আশ্রয় নেওয়া বিষয়টি তার এই ধরা পড়ার কারণে বন্ধ হবে না।Meu palpite é que a pessoa por trás do #trote Amina tem uma longa história de necessidade de enganar que não vai parar só porque foi capturada.
30এ্যান্টোন ইসা লিখেছে:Antoun Issa escreve:
31টম ম্যাকমাস্টার ব্লগ জগতের দুর্বলতার সুযোগ নিয়েছে, এমন এক এক মৌলিক সুবিধা, যার মাধ্যমে যে কেউ লেখা এবং তার মৌলিকত্ব দাবী করতে পারে। #আমিনাTom MacMaster explorou uma fraqueza da blogosfera, simples e fundamental, o fato de que qualquer um pode produzir conteúdo e reivindicar autenticidade #Amina
32এবং আহমেদ সিহাব-এলদিন গুরুত্ব প্রদান করছে:E Ahmed Shihab-Eldin reforça:
33নিশ্চয়, # আমিনা একটা প্রতারণা। কিন্তু আমরা তারপরেও ব্লগারদের কণ্ঠকে অন্য জায়গায় পৌছে দেবে, যেহেতু সিরিয়ায় প্রচার মাধ্যম প্রবেশ করতে পারে না।Claro, #Amina é uma farsa, mas ainda devemos CONTAR com as vozes de blogueiros pois a imprensa não é permitida na Síria.
34পাঠকরা এই বিষয়ে প্রশ্ন করার কারণে, এন্ডি কারভিন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।Andy Carvin agradece aos leitores que fazem perguntas.
35তিনি লিখেছেন:Ele escreve:
36আমি প্রকাশ্যে @ড্যানিসিইটকে ধন্যবাদ জানাতে চাই, যে এক সপ্তাহ আগে #আমিনার বিষয় পাঠ করে তার সংশয় প্রকাশ করে আমার সাথে যোগাযোগ করেছে.Gostaria de agradecer em público a @DannySeesIt por entrar em contato há uma semana para mostrar seu ceticismo re: #Amina.
37তার লেখার কারণে আমার মাথায় এই বিষয়ে প্রশ্নের উদয় হয়।Foi a nota dele que me fez começar a fazer perguntas.
38এবং সব শেষে, আমি টুইটারে নীচের মন্তব্যটি করেছি:E por fim, eu fiz o comentário a seguir no Twitter:
39আন্তর্জাতিক প্রচার মাধ্যম থেকে সারাদিন ধরে আমি যা সব প্রশ্ন সংগ্রহ করেছি: এতে যা পাওয়া যাচ্ছে # আমিনা, আমিনা নয়। এই বিষয়টি ব্লগারদের গ্রহণযোগ্যতার উপর কি রকম প্রভাব ফেলবে?Perguntas para a imprensa internacional que passei o dia todo elaborando: Agora que #Amina não é Amina, que impacto tem a credibilidade dos blogueiros?
40এই ঘটনাটি সিরিয়ার সমকামী সম্প্রদায় এবং সারা আরব জাহানের উপর কি প্রভাব ফেলবে?Como isso se reflete na comunidade LGTB na Síria e em todo o mundo árabe?
41এবং আরব ব্লগিং আন্দোলনের ক্ষেত্রে এটা কি ধরনের দুর্বলতা নির্দেশ করে?E para que tipo de fraqueza no movimento de blogs árabe o episódio aponta?
42সত্যিকার অর্থে?Seriamente?
43……বিশ্বের কোন এক জায়গায় কিছু তারকা প্রতারক সিদ্ধান্ত নিয়েছিল যে তারা বিশ্বকে বোকা বানাবে…এখন এই বিষয়টি সিরিয়ার একটিভিস্ট এবং আরব ব্লগিং সম্প্রদায়ের গ্রহণযোগ্যতার বিষয় হয়ে দাঁড়িয়েছে; আরব পুরুষ এবং নারী সমকামী এবং তাদের বাস্তবতা এবং সর্বোপরি বিশাল আরব ব্লগ জগতের গ্রহণযোগ্যতা এখন প্রশ্নের সম্মুখীন?… Então algum piadista em algum lugar do planeta decidiu enganar o mundo, e isso levanta um problema para os ativistas sírios e sua credibilidade; gays e lésbicas árabes e a realidade deles, e a comunidade de blogueiros árabes em geral?
44আমি কি কিছু একটা স্মরণ করতে পারছি না, নাকি আমার মস্তিষ্ক আমার সাথে খেলা করছে, এই পর্যায়ে এসে মাথা নিজে নত হতে অস্বীকার করছে, যেমনটা আমি দেখতে পাচ্ছি এ রকম একটা প্রতারকের জন্য এতটা সময়, শক্তি এবং চিন্তা ব্যায় করার ক্ষেত্রে কোন সম্পর্ক খুঁজে পাচ্ছি না, সত্যিকারের মানুষদের উপর অত্যাচার, তাদের বন্দী হয়ে থাকা এবং যারা সত্যিকারের বিপদের মধ্যে রয়েছে, তাদেরই গুরুত্ব পাওয়া উচিত।Eu estou deixando de entender alguma coisa ou é o meu cérebro brincando comigo e recusando-se a inclinar para esse nível de cobertura, pois não vejo nenhuma relação entre dedicar tanto tempo de transmissão, de energia e de pensamento a uma brincadeira e colocar no centro das atenções as pessoas reais, torturadas, presas e correndo perigo, como merecem.
45এই প্রতারকের এই অসৎ কাজ ক্ষমার অযোগ্য এবং তা এই ঘটনাকে অনেক বেশী ওজনদার করেছে এবং এ রকম এক ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি করেছে এবং ইতিহাসের এই সন্ধিক্ষণে ঘোরানো পথ তৈরি করেছে, যা এমনকি ম্যাকমাস্টারের সকল কাজের চেয়ে আরো বেশী ক্ষমার অযোগ্য।O mal-gosto desse brincalhão é imperdoável. E dar tanto peso a esta história e criar mais distração e desvio de atenção neste momento da nossa história é ainda mais imperdoável do que tudo o que MacMaster fez.
46এই বিষয়ে আরো জানতে চাইলে পড়ুন: ইথান জুকারম্যান-এর আন্ডারস্ট্যান্ডিং#আমিনা স্টোরিফাই-এ লেখা এন্ডি কারভিন-এর টাইম লাইন অফ দি আমিনা সাগাLeia ainda: Understanding #Amina [en] por Ethan Zuckerman Timeline da saga de Amina [en] por Andy Carvin no Storify .