Sentence alignment for gv-ben-20120509-26252.xml (html) - gv-por-20120507-32918.xml (html)

#benpor
1মৌরিতানিয়া: বিরোধীদলীয় অবস্থান-ধর্মঘটে নিরাপত্তা বাহিনীর আক্রমণMauritânia: Forças de Segurança Atacam Manifestação Pacífica da Oposição [Todos os links levam a páginas em inglês excepto quando indicado de outra forma.]
2৩রা মে সকালের দিকে নিরাপত্তা বাহিনী নোয়াকচটে বিরোধীদলীয় একটি অবস্থান-ধর্মঘট সহিংসভাবে ছত্রভঙ্গ করে দেয়।Uma manifestação pacífica em Nouakchott, convocada por grupos da oposição, foi dispersada com violência por forças de segurança nas primeiras horas do dia 3 de Maio.
3মৌরিতানিয়াতে সংঘটিত ধারাবাহিক বিক্ষোভগুলোর মধ্যে এটি সাম্প্রতিকতম ।Este foi o mais recente de uma série de protestos que têm tomado lugar na Mauritânia no último ano.
4সামরিক সরকারের পতন চেয়ে বিক্ষোভকারীরা অবস্থান করার উদ্দেশ্যে তাবু টাঙ্গিয়ে রসদ এবং পানির একটি ট্রাক নিয়ে এসেছে।Os manifestantes, que exigem a queda do governo militar, tinham montado tendas e trazido mantimentos e um camião de água, mostrando a intenção de permanecerem por ali.
5বিরোধী, এক্টিভিস্ট এবং কমিউনিটির দলগুলো আয়োজিত এটাই প্রথম গণঅবস্থান-ধর্মঘট।Esta foi a primeira concentração massiva organizada por todos os partidos da oposição e por grupos activistas.
6এক বছরের বেশি সময় ধরে মৌরিতানীয়রা রাজনৈতিক ও অর্থনৈতিক পুণর্গঠন এবং সামরিক শাসন অবসানের জন্যে বিক্ষোভ করছে।Os mauritanos têm protestado por reformas políticas e económicas e pelo fim do regime militar há mais de um ano.
7দেশটির পরিস্থিতি স্ফুটনাংকে (উত্তপ্ত অবস্থায়) রয়েছে বলে বর্ণনা করা হয়েছে।A situação que se vive no país é descrita como um “ponto de ebulição“.
8২রা মে তারিখে নোয়াকচটে বিরোধীদলীয় অবস্থান-ধর্মঘট।Manifestação pacífica em Nouakchott a 2 de Maio.
9টুইটার ব্যবহারকারী @আহমেদজে৮৫ এর পাঠানো ছবি।Imagem do utilizador do Twitter @ahmedj85.
10অনলাইন এক্টিভিস্ট অনিতা হান্ট ৩রা মে সকালে কী হয়েছিলো সেটা বর্ণনা করেছেন:A activista digital Anita Hunt descreveu o que aconteceu na madrugada de 3 de Maio:
11অবস্থান-ধর্মঘটের চারপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ কেটে এবং রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করে, সেই শিবিরটির উপর ৩০টির মতো গাড়ির একটি বহর থেকে কাঁদানে গ্যাস, শব্দ-বোমা এবং জলকামান বৃষ্টি বর্ষণ করা হয়েছে।Depois de cortar a electricidade e barricar a área em volta dos manifestantes, com ruas bloqueadas e uma escolta de cerca de 30 veículos, começou a cair uma saraivada de gás lacrimogénio, granadas de som sobre o “acampamento”, e canhões de água começaram a disparar.
12তারপর পালিয়ে যেতে চেষ্টা করার সময় পুলিশ বিক্ষোভকারীদের পিটিয়েছে।Depois a polícia atacou e espancou os manifestantes que tentavam escapar.
13দুই ঘন্টার বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে কয়েক কুড়ি জনগণ আহত এবং কয়েক ডজন গ্রেপ্তার হয়েছে।Dezenas de pessoas ficaram feridas e outros tantos foram detidos em confrontos que continuaram por mais de duas horas.
14আহতদের মধ্যে বিরোধীদলের একজন নেতা; বিরোধীদলের আরেকজন নেতা উলদ দাদ্দাহ'র অফিসের পরিচালক; কয়েকজন স্বাধীন রেডিও সাংবাদিক; কাঁদানে গ্যা্সে আক্রান্ত হয়ে গুরুতর শ্বাসকষ্টে ভোগা একজন গর্ভবতী মহিলা; এবং অভ্যন্তরীণভাবে রক্তপাত হচ্ছে এমন একজন যুবক রয়েছেন।Entre os feridos encontrava-se o líder de um dos partidos da oposição; o director de outro grupo da oposição, Ould Daddah; jornalistas radialistas independentes; uma mulher grávida foi atingida por gás lacrimogénio e ficou com dificuldades graves de respiração; e um jovem com hemorrogias internas.
15পুলিশকে ক্যাম্প এলাকা থেকে বিছানাপত্র, ইলেক্ট্রনিক্স এবং প্রয়োজনীয় জিনিসপত্র বাজেয়াপ্ত করতে এবং পরে খাদ্য ও পানীয়গুলো নিজেদের মধ্যে বন্টন করতে দেখা যায়।A polícia confiscou cobertores e colchões, aparelhos electrónicos, e mantimentos do acampamento, e mais tarde [agentes] foram vistos a dividir comida e bebida entre eles.
16পুলিশ টেবিল, চেয়ার ও টয়লেটের ব্যবস্থার মতো বিভিন্ন জিনিষ যেগুলো সহজে সরিয়ে নিতে পারেনি সেগুলো তারা ধ্বংস করেছে।Tudo aquilo que a polícia não conseguia remover do local com facilidade - como mesas, cadeiras e lavabos - foi destruído.
17এরকম রিপোর্ট আছে যে আক্রমণ চলাকালে ঐ এলাকায় প্রেসিডেন্ট আজিজ এবং রাষ্ট্রপতির নিরাপত্তা রক্ষীদের নিরাপত্তা আয়োজনের একটি বিস্তারিত সনাক্ত করা হয়েছে, যার মানে হলো তিনি ব্যক্তিগতভাবে আক্রমণটি তত্ত্বাবধান করছিলেন।Há relatos que indicam que o presidente Aziz e seus seguranças foram vistos nas vizinhanças do local enquanto os ataques estavam a acontecer, mostrando que que ele estava a supervisionar pessoalmente a incursão.
18সেই সকালে একটু পরে মন্ত্রিদের পরিষদটি প্রেসিডেন্ট প্রাসাদে দেখা করে, সেসময় পুলিশ বিশ্ববিদ্যালয়ে নতুন একটি আক্রমণ চালিয়ে কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করে।Mais tarde nessa manhã o Conselho de Ministros reuniu no palácio presidencial, enquanto a polícia começava um novo ataque na universidade e detinha vários estudantes.
19(মন্ত্রী) পরিষদের বৈঠকটি শেষ হওয়ার পর দেয়া সরকারী বিবৃতিটিতে বিশাল বিক্ষোভ অথবা আক্রমণটির বিষয়ে কোন উল্লেখ ছিল না।Depois da reunião ministerial, não houve qualquer menção na declaração oficial sobre o protesto massivo nem sobre o ataque.
20মৌরিতানিয়ার ব্লগার আহমেদ জেদু লিখেছেন:O blogueiro mauritano Ahmed Jedou escreveu [ar]:
21মৌরিতানিয়ার সব ধরনের বিরোধীরাই এই অবস্থান-ধর্মঘটে অংশ নিয়েছে: সব পক্ষের, সব রাজনৈতিক শক্তি, ২৫শে ফেব্রুয়ারী আন্দোলনের [আরবী] মতো বিভিন্ন যুব আন্দোলন যারা একটি রাতের পাহারার আয়োজন করে সেসময় কবিতা আবৃত্তি করে এবং মাসের পর মাস পুনরাবৃত্তি করা স্লোগান “সামরিক শাসন নিপাত যাক” দেয়, যা তারা আরব বসন্তের শুরু থেকে এক বছরের বেশি সময় ধরে উচ্চারণ করে আসছে।Todo o espectro da oposição mauritana marcou lugar nesta manifestação pacífica: todos os partidos, forças políticas, movimentos de juventude tais como o movimento 25 de Fevereiro [ar] que organizou uma vigília nocturna ao longo da qual recitaram poemas e repetiram o mesmo mote de há meses “Abaixo, abaixo com o regime militar”, que têm dito há mais de um ano desde que começou a Primavera Árabe.
22মার্কিনভিত্তিক মৌরিতানীয় এক্টিভিস্ট নাসের ওয়েদ্দাদি মন্তব্য করেছেন:O activista mauritano Nasser Weddady comentou a partir dos Estados Unidos:
23@ওয়েদ্দাদি: জনসংখ্যা অল্প হলেও #মৌরিতানিয়া জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে বিশাল একটি পদক্ষেপ নিতে পেরেছে - একারণেই মাত্র এক বছরে মধ্যে এটি বিক্ষোভ আন্দোলনের মুখ দেখেছে।@weddady:#Mauritania apesar da população ser pequena, tem feito grandes progressos na mobilização popular, como se vê no nascimento dos movimentos contestatários noe spaço de um ano.
24যে কোনো মানেই এটি একটি রেকর্ড কৃতিত্ব।Conquista recorde para qualquer padrão.
25তিনি আরো বলেছেন:E acrescentou ainda:
26@ওয়েদ্দাদি: বিরোধীরা কীভাবে গণপিটুনির প্রতিক্রিয়া ব্যক্ত করে সেটা আমরা এখন দেখবো।Agora veremos como é que a oposição vai reagir a este ataque em massa.
27যথারীতি এটা নিয়ে কেউ বিশ্ব গণমাধ্যমে তেমন কিছু আশা করে না।Como é habitual, não se pode esperar muito sobre este assunto na mídia global.
28২রা মে তারিখের অবস্থান-ধর্মঘট দেখানো এই ভিডিওটি [আরবী] আপলোড করেছেন আহমেদজে৮৫:O vídeo [ar] seguinte, carregado por ahmedj85, mostra a concentração de 2 de Maio:
29৩রা মে তারিখ সকালের প্রথমদিকে আক্রমণের শিকার অবস্থান-ধর্মঘটটি দেখানো নিচের এই ভিডিওটি [আরবী] আপলোড করেছেন আলাআখবারইনফো:Um vídeo [ar] disponibilizado por alaakhbarinfo, mostra a manifestação pacífica a ser atacada na madrugada de 3 de Maio: