Sentence alignment for gv-ben-20111116-21230.xml (html) - gv-por-20111205-25256.xml (html)

#benpor
1গ্যাবন ও ব্রাজিল: বংগোর ফুটবল বিলাসGabão: Bongo Agrada a Si Mesmo Com Jogo de Futebol Contra o Brasil
2এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ পাতা গ্যাবনে গন্ডগোল ২০১১ এর অংশ।Este post faz parte de nossa cobertura especial Tensões no Gabão 2011. [en]
3১ মিলিয়ন ব্রাজিলীয় রিয়াল ($৫৭০,০০০ ডলার): ব্রাজিলীয় সংবাদ সংস্থা ফোলহা অনুযায়ী এই ছিল একটি ফুটবল ম্যাচের জন্য সেলিসং (ব্রাজিলীয় জাতীয় ফুটবল দলের ডাকনাম) কে দেয়া গ্যাবনের প্রেসিডেন্ট আলি বংগোর উপহার।R$1. 000.000,00 ($570,000 USD): esse foi o preço pago pelo presidente do Gabão, Ali Bongo, para se presentear com uma partida de futebol contra a Seleção Brasileira, de acordo com o jornal brasileiro Folha de S.
4অবশ্য অত্যধিক খরচ বংগো পরিবারের জন্য নতুন কিছু নয়।Paulo. Gastos excessivos não são algo recente para a família Bongo.
5বিদ্রুপাত্মক ফরাসি সংবাদপত্র ‘ল কানার্ড এশ্যাঁইনে' ৮ই নভেম্বর প্রকাশ করে যে সাবেক প্রেসিডেন্ট ওমার বংগো ২০০৭ সালে চটকদার স্যুট কিনতে প্যারিস গিয়ে ৩৪৪,০০০ ইউরো খরচ করেন।O jornal satírico francês ‘Le Canard Enchaîné' revelou [fr] em 8 de novembro de 2011 que Omar Bongo, ex-presidente do Gabão, efetuou uma compra desregrada de paletós no valor de 344 mil euros em Paris, em 2007.
6তার পুত্র, বর্তমান প্রেসিডেন্ট আলি বংগো, ২০১০ সালে একই ধরনের বিলাস পণ্য ক্রয় করতে ৮৮,০০০ ইউরো ব্যয় করেন।Seu filho, Ali Bongo, o atual presidente, também gastou 88 mil euros em 2010 pelo mesmo tipo de compra.
7এই ব্যয় বাহুল্যতা গ্যাবনিজ জনগণের দৈনন্দিন জীবনের রূঢ় বাস্তবতার সাথে চরম অসামঞ্জস্যপূর্ণ।Esses gastos estão em impressionante contraste com a difícil realidade do dia-a-dia da população gabonesa.
8বিশ্ব অর্থনৈতিক ফোরামে গ্যাবনের প্রেসিডেন্ট আলি বংগো (ছবি: ফ্লিকার)Ali Bongo, presidente do Gabão. Foto pelo World Economic Forum no Flickr (CC BY 2.0)
9জনসংখ্যার একটি বৃহৎ অংশ যেখানে দরিদ্রGrande parcela da população permanece pobre
10সিআইএ ফ্যাক্টবুক অনুযায়ী, গ্যাবনের মাথাপিছু আয় বেশিরভাগ সাব-সাহারান আফ্রিকান দেশের প্রায় চারগুণ, কিন্তু এর উচ্চ আয়-বৈষম্য জনসংখ্যার একটি বৃহৎ অংশকে দরিদ্র করে রেখেছে।De acordo com o CIA Factbook [en], o “Gabão apresenta renda per capita quatro vezes maior que boa parte das nações africanas subsaarianas, mas, devido à grande desigualdade de renda, grande parcela da população permanece pobre.”
11আর এই দরিদ্র জনগোষ্ঠিকে লিব্রেভিল থাকাকালে স্বচক্ষে দেখেছে ব্রাজিলীয় জাতীয় ফুটবল দল, যারা ৭ই নভেম্বর এখানে এসে পৌছেছে।E é essa grande parcela de população de cidadãos empobrecidos que o time brasileiro de futebol testemunhou durante sua estadia, que teve início em 7 de novembro, logo após sua chegada à capital Libreville.
12অনলাইন মাধ্যম ‘লে পোস্ট'-এ গ্যাবনিজ অ্যাক্টিভিস্ট ও ব্লগার জঁ-পিয়ের রুগু এ ভ্রমণকে বর্ণনা করেছেন এভাবে:Na plataforma online Le Post, ao ativista e blogueiro gabonês Jean-Pierre Rougou descreve a visita desta forma [fr]:
13১০ই নভেম্বর সেলিসং যখন চীনের উপহার দেয়া অসম্পূর্ণ এবং ক্ষতিগ্রস্ত স্টেডিয়াম অফ ফ্রেন্ডশিপ-এ প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য গ্যাবনের মাটিতে পা রাখে, তখন ব্রাজিলীয় খেলোয়াড়রা তাদের বাসের জানালা দিয়ে দেখতে পাচ্ছিলো আলী বংগো সরকার দ্বারা বিধ্বস্ত এক গ্যাবনকে।Assim que a equipe brasileira chegou ao Gabão para a partida amistosa de 10 de novembro no terreno inacabado e em mal estado do Estádio da Amizade (presente chinês para o Gabão), os jogadores puderam ver pelas janelas do ônibus o espetáculo devastador de destruição em que se encontram os bairros [da cidade] neste governo de Ali Bongo.
14একটি চীনা প্রতিষ্ঠান লাভজনক খনিজসম্পদ খনন চুক্তির বিনিময়ে স্টেডিয়ামটি তৈরি করেছিল।O estádio foi construído por uma empresa chinesa em troca de um lucrativo contrato de exploração de minérios.
15রুগু তার বক্তব্যকে জোরালো করতে একটি ইউটিউব ভিডিও তুলে ধরেন, যা প্রকাশ করেছেন ভেইওআরজে নামের এক ব্যবহারকারী ৮ই নভেম্বর তারিখে।Para ilustrar seu comentário, Rougou compartilhou um vídeo do YouTube publicado pelo usuário VeioRJ, em 8 de novembro.
16সেলিসং যখন লিব্রেভিলের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখন বাসের ভেতর থেকেই ভিডিও চিত্রটি ধারণ করা হয়েছে:Foi gravado de dentro do ônibus da seleção brasileira enquanto se deslocavam pelas ruas de Libreville:
17ভিডিওচিত্রটি গ্যাবনিজ ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে।O vídeo provocou fortes reações entre muitos cidadãos gaboneses pela internet.
18‘ইনফোস কিংগুয়েলে‘ নামের এক ফেইসবুক গ্রুপে অনেকেই এ ভিডিওচিত্র ও ব্রাজিলীয় জাতীয় ফুটবল দলের ভ্রমণ নিয়ে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন:No grupo do Facebook chamado ‘Infos Kinguélé‘, muitos compartilharam seus pontos de vista sobre o vídeo e sobre a visita do time brasileiro:
19সিটোয়েন লিব্রে গ্যাবন লিখেছেন:O usuário Citoyen libre Gabon escreveu [fr]:
20তেল, ম্যাঙ্গানিজ, কাঠ ও অন্যান্য সম্পদে ভরপুর একটি দেশ মাত্র ১৫ লক্ষ অধিবাসী নিয়ে ধনী হয়ে যাবার কথা, কিন্তু তাদের হাল দেখে অন্যান্যরা যেভাবে প্রতিক্রিয়া দেখাতো ব্রাজিলীয়রা সেভাবেই অবাক হয়েছে!Os brasileiros reagiram como qualquer ser humano normal faria ao chegar a um país que se supõe rico em petróleo, manganês, madeira, etc., com apenas 1,5 milhão de habitantes!
21নিংমাল্টিমিডিয়া নিংওয়ার্ল্ড যোগ করেন:Ningmultimedia Ningworld complementou [fr]:
22ওসব ব্রাজিলীয়দের পয়সা দিয়ে গ্যাবনে আনা হয়েছিল, কিন্তু তারপরও তারা আমাদের দুর্দশা দেখে তামাশা করবে।Esses brasileiros vêm pegar dinheiro no Gabão e, no final, ainda zombam de nossas vidas miseráveis.
23ব্রাজিল বনাম গ্যাবন: ব্যর্থ প্রয়াশ?Brasil vs Gabão: Um completo fiasco?
24ব্রাজিলীয় ক্রীড়া খবর সাইট ‘গ্লোবো এস্পোর্তো' চীনা ঠিকাদার দ্বারা নির্মিত স্টেডিয়ামের বেহাল দশা তুলে ধরেছে এভাবে :O site do programa esportivo da TV brasileira ‘Globo Esporte' relatou que o estádio construído por empresários chineses onde o jogo estava previsto estava em más condições:
25দূর থেকে স্টেডিয়ামটিকে রিও ডি জেনিরোর এনজেনহাংয়ের মত দেখায়।De longe, lembra o Engenhão, no Rio de Janeiro.
26কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই আসল ব্যাপারটা চোখ এড়ায় না (…) ছিদ্র এবং এবড়ো থেবড়ো মাঠ খুব সহজেই চোখে পড়ে।Porém, de perto, a história muda de figura.
27তাছাড়া, দৌড়ানোর যে ট্র্যাকটি মাঠকে ঘিরে রেখেছে সেটাও অসম্পূর্ণ।(…) Além disso, a pista de atletismo, no entorno do gramado, ainda está sendo finalizada.
28ব্রাজিলীয় দলের প্রতিরক্ষা খেলোয়াড় লুইজাও এএফপি এর কাছে তাঁর গ্যাবন ভ্রমণের সময় দেখা বৈপরীত্য তুলে ধরেছেন:O zagueiro da equipe brasileira, Luisão, falou com a AFP sobre o contraste que ele testemunhou durante sua visita:
29“আমরা জানি এখানকার মানুষের অনেক সমস্যা আছে, তারপরও এখানে আসতে পারা এবং মানুষের মুখে হাসি ফুটাতে পারা আমাদের জন্য গর্বের ব্যাপার।”“Sabemos que aqui as pessoas têm seus problemas, então chegar aqui e ver as pessoas sorrindo com a chegada da Seleção, a felicidade no estádio, isso é um orgulho”.
30বেনফিকা ফুটবল দলের এই প্রতিরক্ষা খেলোয়াড় তাঁর চারপাশে দেখা দারিদ্র্য এবং কর্তৃপক্ষের অভিযান চালিয়ে রাস্তার পাশের কয়েক ডজন অবৈধ স্থাপনা ধ্বংস করার দৃশ্যেরও বর্ণনা দেন।O zagueiro do time do Benfica percebeu também a pobreza no entorno e as dezenas de casas destruídas pelas autoridades após uma operação de luta contra os terrenos ocupados ao longo da rodovia que leva ao estádio.
31ফোহলা ডট কম এর নিবন্ধ অনুযায়ী, এক সাংবাদিক বলেছেন যে আলী বংগোর দেয়া ১ মিলিয়ন রিয়াল বরাদ্দ ছিল ব্রাজিলীয় জাতীয় দলের সদস্যদের একটি বিশেষ অনুশীলন ম্যাচের জন্য, আর যাতে আমন্ত্রিত হবে কেবল গ্যাবনিজ ভিআইপি কর্মকর্তারা:De acordo com uma matéria do site Folha.com, o jornalista explica que a quantia de 1 milhão de reais desembolsada por Ali Bongo estava inicialmente prevista para bancar também um treino da seleção nacional do Brasil especialmente para milhares de oficiais gaboneses VIP pré-selecionados:
32“প্রেসিডেন্টের বন্ধু”র সঠিক সংখ্যাটা জানা যায় নি।O número certo de “amigos do presidente” -como um alto executivo do governo chama o grupo- no evento é uma incógnita.
33তবে সেনা কর্মকর্তারা বলেছেন আলী বংগো প্রায় ১৫০০০ ঘনিষ্ঠ ব্যক্তিকে আমন্ত্রণ করেছেন।Militares afirmam que Ali Bongo convidara entre mil e 15 mil aliados.
34তবে সেলিসং এর ম্যানেজাররা স্টেডিয়ামের খারাপ অবস্থা দেখে ‘বন্ধুত্ব স্টেডিয়াম' তাদের খেলোয়াড়দের অনুশীলন করাতে রাজি হন নি।Entretanto, quando os membros da equipe técnica da seleção viram as más condições do estádio, recusaram-se a deixar que os jogadores treinassem no ‘Estádio da Amizade'.
35ওই সাংবাদিক আরো বলেছেন যে আলী বংগো নিজেই যে অনুশীলন ম্যাচের দ্বারা উদ্দোক্তা এটা ব্রাজিলীয় দলের টেকনিক্যাল কমিটি (সিবিটি) একরকম উপেক্ষাই করেন।O jornalista complementou que a comissão técnica da seleção desconhecia que uma festa para o treino estava sendo organizada pelo próprio Ali Bongo.
36সব কিছুর পরও ১০ই নভেম্বর ২০১১ গ্যাবনিজ জাতীয় দলের বিরুদ্ধে ম্যাচটি অনূষ্ঠিত হয়।A partida contra seleção nacional gabonesa aconteceu, de todo modo, em 10 de novembro de 2011.
37খেলার প্রারম্ভে কারণ বিদ্যুত বিভ্রাটের কারণে ১৮ মিনিট বিলম্বিত হয়।No início, a partida foi adiada por conta de um apagão de eletricidade.
38ওই মূহুর্তে ‘ব্রাজিল X গ্যাবন' ছিল বিশ্বব্যাপী টুইটারে আলোচিত বিষয়:‘Brasil x Gabão' alcançou os trending topics mundiais no Twitter:
39ব্রাজিলীয় ইন্টারনেট ব্যবহারকারী এই ঘটনার উপর তাদের মতামত দিয়েছেন।Internautas brasileiros compartilharam suas posições sobre o eventos. Lucas ironicamente escreveu:
40লুকাস বিদ্রুপের স্বরে লিখেছেন::@Sou1nerd: Brasil x gabão = zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
41@Sou1nerd: ব্রাজিল X গ্যাবন = zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzE Jairo Costa complementou [pt]:
42হাইরো কস্তা যোগ করেন:@Jairo_Costa: R$1.
43১ মিলিয়ন রিয়ালের দুর্নীতি, ব্রাজিল বনাম গ্যাবন … হাস্যকর!000.000,00 de suborno n eh suborno,eh Brasil x Gabão…um absurdo!!
44গ্যাবনিজ ব্লগার রুগু বক্তব্য শেষ করেছেন এভাবে:O blogueiro gabonês concluiu seu post [fr] dizendo:
45আলী বংগোর জন্য গ্যাবন ও ব্রাজিলের ‘বি' দলের মধ্যে প্রীতি ম্যাচ ছিল সাধারণ মানুষের মনোযোগের বিঘ্ন ঘটানো এবং তাদের দৈনন্দিন দুর্দশাকে ভুলিয়ে দেয়ার জন্য।A partida amistosa do Gabão contra a equipe B do Brasil é uma ocasião em que Ali Bongo tenta fazer adormecer seu povo, na tentativa de que esqueçam seus problemas da vida cotidiana.
46কিন্তু অপদার্থতা এবং বিঃশৃংখলা দ্বারা চালিত এই সরকারের উচিত দুইবার চিন্তা করা, মানুষকে সব সময় বোকা বানানো যায় না!Mas esse governo de incompetência e improviso devia pensar melhor, o povo não é bobo! Este post faz parte de nossa cobertura especial Tensões no Gabão em 2011 2011. [en]