Sentence alignment for gv-ben-20140115-41251.xml (html) - gv-por-20140117-49763.xml (html)

#benpor
1আলোকচিত্রঃ ইন্দোনেশিয়ায় মাউন্ট সিনাবাঙ্গের অগ্ন্যুৎপাতে ২০,০০০ মানুষ বাস্তুচ্যুতFOTOS: Erupção do Monte Sinabung deixa 20.000 desabrigados na Indonésia
2মাউন্ট সিনাবাঙ্গের উদগিরণের সময় ধুলির মেঘ এবং তাপ যেন একটি মানব খুলির মতো অবয়ব তৈরি করেছে।O Monte Sinabung entrou em erupção, e a nuvem de poeira e calor formou a imagem de uma caveira humana.
3ছবিঃ আবদুল্লাহ আরিফ সিরেজার। কপিরাইটঃ @ডেমোটিক্সFoto de Abdullah Arief Siregar, Copyright @Demotix (1/9/2014)
4উত্তর সুমাত্রায় অবস্থিত ইন্দোনেশিয়ার মাউন্ট সিনাবাঙ্গে গত বছরের তুলনায় দুই শত গুন বেশি অগ্ন্যুৎপাতের ফলে ইতোমধ্যে ২০,০০০ এর অধিক গ্রামবাসী বাস্তুচ্যুত হয়েছেন।[Os links neste artigo levam a sites em inglês, exceto quando outro idioma for indicado] O Monte Sinabung, localizado na Indonésia, ao norte da ilha de Sumatra, entrou em erupção mais de 200 vezes desde o ano passado e já desabrigou mais de 20 mil camponeses.
5আগ্নেয়গিরিটি ষোল শতকের পর থেকে সুপ্ত অবস্থায় ছিল।O vulcão estava inativo desde o século XVII.
6আগ্নেয়গিরির আবিষ্কার সিনাবাঙ্গের সর্বশেষ অগ্ন্যুত্পাত সম্পর্কে জানিয়েছে:
7সক্রিয়ভাবে ক্রমবর্ধমান লাভা স্তুপ, প্রচুর ভারসাম্যহীন অবস্থা সৃষ্টি করছে।A Volcano Discovery fez uma cobertura completa da atividade do Sinabung:
8পরিমিতরূপে সান্দ্র লাভা কিছু অংশ মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে এবং গরম আবহাওয়া ও ছাই প্রবাহ (আতশবাজির প্রবাহ) তৈরি করছে, যেটি প্রায় ৪ দশমিক ৫ কিমি দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছে।A crescente cúpula de lava, sendo uma massa de lava instável e moderadamente viscosa, frequentemente se choca e produz avalanches de cinza (fluxos piroclásticos) que chegam a até 4,5 quilômetros de distância.
9সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৫-৭ কিমি এলাকা থেকে উদ্বাস্তু সংখ্যা প্রায় ২৫,০০০ এ পৌঁছে গেছে।De acordo com as últimas informações, o número de refugiados no raio entre 5 a 7 quilômetros já passou de 25 mil.
10প্রশান্ত মহাসাগরে রিং অব ফায়ারের মধ্যে অবস্থিত ইন্দোনেশিয়াতে ১০০ এরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।A Indonésia, localizada no círculo de fogo do Pacífico, tem mais de 100 vulcões ativos.
11কিন্তু কার্ল মনে করেন, সিনাবাঙ্গে শুধুমাত্র মাঝারি আকারের অগ্ন্যুত্পাত হয়:Mas Carl acredita que o Sinabung não terá mais que erupções de média magnitude:
12সিনাবাঙ্গের অধীনে থাকা ম্যাগ্মেটিক সিস্টেমে কোন ভাবেই ভীষণ অগ্ন্যুত্পাতের জন্য যথেষ্ট পরিমানে ম্যাগমা থাকে না।O sistema magmático abaixo do Sinabung não tem, de maneira nenhuma, magma suficiente para uma supererupção.
13যেহেতু এই আগ্নেয়গিরি সম্পর্কে খুবই সামান্য জানা গেছে, তাই সেখানে কি পরিমাণ ম্যাগমা মজুদ থাকতে পারে সে সম্পর্কে ধারণা পেতে পার্শ্ববর্তী আগ্নেয়গিরির দিকে লক্ষ্য করা যেতে পারে।Já que se sabe tão pouco sobre esse vulcão, talvez seja uma boa ideia olhar para os vulcões vizinhos para ter uma ideia do que está por vir.
14মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে মাউন্ট সিবায়াক / মাউন্ট পিন্টো এর জোড়া আগ্নেয়গিরি সিস্টেম রয়েছে এবং কি পরিমাণ ম্যাগমা মজুদ থাকতে পারে তা জানতে এটি একটি ভালো উপায় হতে পারে।A poucos quilômetros está o sistema vulcânico duplo dos montes Sibayak e Pinto, que pode dar uma boa pista sobre o que pode acontecer em Sinabung.
15কর্তৃপক্ষ সকলকে স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে। এছাড়াও আক্রান্ত অধিবাসীদের আশ্বস্ত করেছে যে অস্থায়ী আশ্রয়ে থাকা উদ্বাস্তুদের ​​অবিলম্বে ত্রান সরবরাহ করা হবে।As autoridades ordenaram que fosse feitas evacuações, e prometeram aos camponeses afetados que uma ajuda financeira será entregue em breve aos que estão vivendo em abrigos temporários.
16কিন্তু গ্রামবাসীদের বাস্তুচ্যুত করা ছাড়াও সিনাবাঙ্গের অগ্ন্যুৎপাত স্থানীয় কৃষির উপর ভীষণ নেতিবাচক প্রভাব ফেলছে।Além de desabrigar os camponeses, a erupção também provocou um tremendo impacto negativo na agricultura local.
17উতামি ইরাবতি অগ্ন্যুত্পাতে উদ্বাস্তুদের প্রতি ​​সংহতি প্রকাশ করেছেন:Utami Irawati expressou solidariedade para com aqueles que foram afetados pela erupção:
18সিনাবাঙ্গের চারপাশের মানুষের জন্য ভাবুন এবং প্রার্থনা করুন।Minhas condolências ao povo que vive nos arredores do Sinabung.
19দৃঢ় থাকুন, এবং আমি আন্তরিকভাবে প্রার্থনা করি, পরিস্থিতি শীঘ্রয় উন্নতির দিকে যাবে :”(Fiquem firmes, estou rezando para que tudo fique bem logo.
20ডেমোটিক্স থেকে পাওয়া নীচের ছবিটি বাতাসে মাউন্ট সিনাবাঙ্গের ছাই ও লাভা নিক্ষেপ দেখাচ্ছে।A foto abaixo mostra o Monte Sinabung lançando cinzas e lava no ar.
21মাউন্ট সিনাবাং বেরাস্তু এবং বাকেরাহ গ্রামে লাভা এবং গরম মেঘ উদ্গিরন করছে। ছবিঃ আবদুল্লাহ আরিফ সিরেজার।O Monte Sinabung ejetou lava e nuvens de calor sobre as vilas de Berastepu e Bakerah.
22কপিরাইটঃ@ডেমোটিক্স কৃষকরা টমেটো সংগ্রহ করছেন।Foto de Abdullah Arief Siregar, Copyright @Demotix (1/5/2014)
23এইসব টমেটোর উপর মাউন্ট সিনাবাঙ্গের উদ্গিরনের ফলে ছাইয়ের একটি পাতলা প্রলেপ জমে গেছে।Fazendeiros colhendo tomates cobertos pelas cinzas do Monte Sinabung.
24ছবিঃ আহমেদ রিদয়ান নাসুশন। কপিরাইটঃ @ডেমোটিক্স।Foto de Ahmad Ridwan Nasution, Copyright @Demotix (1/6/2014)
25গত ২৪ নভেম্বর, ২০১৩ তারিখে মাউন্ট সিনাবাঙ্গের অগ্ন্যুৎপাত, যেটি বাতাসে প্রায় দশ হাজার কিমি এলাকা উচ্চতায় ছাই উদ্গিরন করছে।A erupção do Monte Sinabung em 24 de novembro de 2013 lançou cinzas no ar a uma altura de 10.000 quilômetros.
26ছবিঃ আবদুল্লাহ আরিফ সিরেজার। কপিরাইটঃ @ডেমটিক্স।Foto de Abdullah Arief Siregar, Copyright @Demotix (11/24/2013)