# | ben | por |
---|
1 | চিলি: শক্তিশালী ৮. ৮ মাপের ভূমিকম্প আঘাত করেছে | Chile: Terremoto de Magnitude 8.8 Atinge o País |
2 | ২৭শে ফেব্রুয়ারী স্থানীয় সময় ভোর ৩:৩৪ মিনিটে চিলির মাউল অঞ্চলের উপকুলে ৮. ৮ রিশটার স্কেলের এক শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। | Às 3h34m hora local do dia 27 de fevereiro, um terremoto com uma magnitude de 8.8 atingiu a costa da Região de Maule, no Chile. |
3 | এই ভূমিকম্পটি ৩২৫ কি. | |
4 | মি. দুরে অবস্থিত রাজধানী সান্টিয়াগোতে অনুভূত হয়েছে। | O sismo foi sentido na capital Santiago, localizada a 325 quilômetros do epicentro. |
5 | সারা দেশ জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে এবং মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। | Os danos extensivos têm sido relatados em todo o país, e o número de vítimas continua a subir. |
6 | অত্র অঞ্চলে সারাদিন ব্যাপী আরও ছোট ছোট ভূমিকম্প (আফটারশক) অনুভূত হয়েছে। | Durante todo o dia, tremores também foram sentidos na região. |
7 | ভূমিকম্পের পরপর টেরেমটো চিলি (চিলির ভূমিকম্প) নামে স্প্যানিশ ভাষায় একটি ব্লগ দ্রুতই চালু হয়েছে। | Um blog, Terremoto Chile [es], foi rapidamente criado por Francisco logo após o tremor. |
8 | ভূমিকম্পের পর নাগরিকরা কি করবেন সে সংক্রান্ত কিছু উপদেশ পোস্ট করার পাশাপাশি তিনি টুইটপিকে তুলে দেয়া বিভিন্ন ছবি সংগ্রহ করেছেন ও তাদের লিন্ক দিয়েছেন। | Além de postar recomendações sobre o que os cidadãos devem fazer após o terremoto, ele vem coletando e unindo várias fotos do Twitpic. |
9 | সান্টিয়াগোর সেনোরা দে লা ডিভিনা প্রভিডেন্সিয়া চার্চ এর ছবি, তুলেছেন জুলিও কস্টা জাম্বেলী এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত। | Foto dos danos da Igreja Nuestra Señora de la Divina Providencia em Santiago. Tirada por Julio Costa Zambelli e usada sob licença pela Creative Commons. |
10 | ভূমিকম্পের কেন্দ্রের কাছে থেকে চিলির সংবাদপত্র এলআমাউল (যা ডিয়ারিওস চিউদাদানোস) নেটওয়ার্ক সাম্প্রতিক স্থানীয় ওবং আন্তর্জাতিক সংবাদ উল্লেখ করে একটি পোস্ট দিয়েছে। | Perto do epicentro, Robinson Esparza, correspondente do jornal El aMaule [es], parte da rede Diarios Ciudadanos [es] (Diário Cidadão) tem atualizado um post com as últimas notícias regionais e nacionais. |
11 | এই পোস্টে দেয়া অনেক মন্তব্যে রয়েছে রাজধানীর আশে পাশের এলাকায় স্বজনদের নিয়ে দুশ্চিন্তা, এবং যেসব স্থানে বিদ্যুৎ ও ফোন লাইন ছিঁড়ে গেছে সেসব স্থানেই এরকমভাবে পরিবারের সদস্যদের খোঁজ নেয়ার হিড়িক পড়েছে। | Muitos comentários com expressões de preocupação dos membros de famílias que estão em áreas fora da capital, e essa falta de comunicação continua a ser um problema para parentes que estão tentando contatar a família e amigos em lugares onde a eletricidade e linhas telefônicas foram afetadas. |
12 | রড্রিগেজ (মাইক্রোনটা) এই হতাশার কথা জানিয়েছেন: | Ign. Rodríguez de R. (@micronauta) escreve sobre essa frustração: |
13 | ভালপারাইসোতে অবস্থানরত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের প্রাণান্ত চেষ্টা চালাচ্ছি। ভিটিআরের ফিক্সড ফোন লাইনের অবস্থা শোচনীয়, তাদের সেবা বন্ধ করে দেয়া উচিৎ। | “tentando horas para me comunicar com a família em Valparaíso, a linha fixa de telefone VTR (empresa) é desastrosa, eles não deveriam ser autorizados a trabalhar :@ |
14 | যারা টেরেমটো চিলি ব্লগে পোস্ট করে যাচ্ছে তারা একটি টুইটার একাউন্টও চালু করেছে আয়ুদা চিলি (হেল্প চিলি) নামে যেখানে অন্যান্য টুইটার ব্যবহারকারীদের মন্তব্যও রিটুইট করা হচ্ছে, বিশেষ করে যেগুলোতে স্বজনদের খুঁজে পাওয়ার আকুতি আছে। | Aqueles que foram postando no blog Terremoto no Chile também criaram uma conta no Twitter chamada Ayuda Chile [es] (Ajuda ao Chile), em que informações de outros usuários em busca de suas famílias e amigos é coletada e reenviada no Twitter. |
15 | পাবলো গনজালেজ কারসের মত কিছু টুইটার ব্যবহারকারী অন্যদের স্বজনদের ফোন করার মত সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন যা ডানিয়েলা আলভারাদোর মত মহিলার কাজে এসেছে যিনি চিলিতে তার ভাইয়ের সাথে কথা বলতে ব্যর্থ হয়েছিলেন। | Alguns usuários do Twitter como Pablo González Carcey também se ofereceram para ligar para os parentes [es] daqueles que, como Daniela Alvarado, não conseguia contato com seu irmão no Chile. |
16 | তিনি ডানিয়েলাকে জানাচ্ছেন: | Ele respondeu: |
17 | @ডানিয়েলাআলভারাদো, আমি ফোন করেছিলাম এবং আপনার ভাইয়েরা ভাল আছেন! | @DaniAlvaradoA, liguei e sua família está bem! |
18 | আসুন গলা মিলাই। | Abraços! |
19 | দিনের আলো ফোঁটার পর অনলাইনে ধ্বংসযজ্ঞের আরও ছবি আসতে শুরু করে। | Após o amanhecer, mais imagens dos danos logo apareceram na rede. |
20 | ক্লাউডিও অলিভারেস সান্টিয়াগোতে ধ্বংসের পরিমাণ দেখতে পায়ে হাঁটা শুরু করেন। তিনি কিছু ছবি তুলে দিয়েছেন ওউলিতে, এবং কন্সটানজা কাম্পোসও তাই করেছেন যিনি সান্টিয়াগোর কিছু চার্চের ধ্বংসযজ্ঞের কিছু ছবি তুলেছেন। | Claudio Olivares realizou uma caminhada por Santiago para registrar os danos e enviou as fotos para o Owly, assim como Costanza Campos, que tirou algumas fotos dos danos a algumas igrejas de Santiago. |
21 | ইউটিউব ব্যবহারকারী ফ্রান্সিসো ভিভালো সাইন্জ সান্টিয়াগোর লাস কন্দেস এলাকার ভাঙ্গা বিলবাও টাওয়ারের ছবি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন। | O usuário do YouTube Franciso Vivallo Sainz fez o seguinte vídeo em que mostra o colapso de uma plataforma no Bilbao Towers, em Las Condes, bairro de Santiago: |
22 | ইতিমধ্যেই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে সুনামির সতর্কতা জারি করা হয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে। | Já há alertas de tsunami emitidos pelo Centro de Alerta de Tsunami do Pacífico para locais banhados pelo Oceano Pacífico. |