Sentence alignment for gv-ben-20140401-42218.xml (html) - gv-por-20140411-51046.xml (html)

#benpor
1ছবিতে ভারতের কেরালার ‘থিয়াম’ উৎসবFOTOS: ‘Theyyam’, a festa dos deuses na Índia
2নারিকোদের বিষ্ণুমুর্তি।Vishnumoorthi em Narikode.
3ছবি তুলেছেন শাজি মুল্লক্কোরান।
4অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Imagem por Shaji Mullookkaran, usada com permissão
5ভারতের উপকূলীয় এলাকা কেরালায় প্রতিবছর নভেম্বর মাসে শীতের শুরুতে থিয়াম উৎসব অনুষ্ঠিত হয়।
6এটি একটি লোক উৎসব। আদিবাসী নৃত্য-গীত আর উঁচু লয়ের ড্রাম বিটের সাথে মনোমুগ্ধকর গল্পবলার মধ্যে দিয়ে হাজারখানেক মন্দিরে এই উৎসব পালন হয়ে থাকে।Na Índia, junto com o início do inverno no litoral de Kerala e na região ao redor, começa o ritual de Theyyam [en], que é realizado em mais de mil templos, sendo conhecido pelas batidas dos tambores, danças indígenas e narrativas encantadas.
7সাধারণত সমাজের নিম্নশ্রেণির মানুষেরা থিয়াম উৎসবে অংশ নিয়ে থাকেন।
8উৎসবে বলা সব গল্প এবং গানে সমাজব্যবস্থা এবং উঁচুতলার মানুষের নিষ্ঠুরতার ছবি ফুটে উঠে।As castas mais populares participam do festival e, por isso, todas as histórias e músicas revelam a crueldade do sistema e das castas mais altas.
9থিয়াম উৎসবের মূল ব্যাপার হলো, যখন আর সবকিছুর দরজা বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বর একজন সাধারণ মানুষের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করেন।
10ওই মানুষটি তখন ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হন।
11খ্যাতিমান ব্রিটিশ লেখক উইলিয়াম ডালরিম্পলের “নাইন লাইভস” নামে একটি বই আছে।O ritual Theyyam é a manifestação de deus num ser humano, que recebe um status divino.
12সেখানে তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন, থিয়াম উৎসবের শুরুতে কখন একজন সাধারণ মানুষ কিছু সময়ের জন্য দেবতায় পরিণত হন:
13ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি থিয়ামের এই কয় মাসে এটি ঘটে।No livro “Nine Lives” (Nove vidas) [en], William Dalrymple escreveu sobre esta manifestação divina:
14আমরা আমাদের ধরাবাঁধা কাজ ছেড়ে দেই।Apenas durante a temporada de Theyyam - de dezembro a fevereiro.
15এই কয় মাস আমরা থিয়াম শিল্পী, আমরা দেবতা হয়ে যাই।Deixamos nossos empregos e nos tornamos artistas.
16তখন আমাদের সবকিছুর পরিবর্তন ঘটে।Nós nos tornamos deuses nestes meses.
17এ সময়ে আমরা মাছ, মাংস খাই না।Tudo muda.
18স্ত্রী'র সাথে ঘুমানো আমাদের জন্য নিষিদ্ধ হয়ে যায়।Não comemos carne ou peixe e estamos proibidos de dormir com nossas esposas.
19আমরা গ্রামের সবার জন্য আর্শীবাদ বয়ে আনি। অশুভ আত্মাদের তাড়িয়ে দিই।Trazemos bençãos para a aldeia e os aldeões, e também exorcizamos os maus espíritos.
20আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা এবং ইচ্ছাপূরণের মাধ্যম হিসেবে ব্যবহৃত হই।Nós somos o veículo através do qual as pessoas podem agradecer aos deuses por atenderem suas orações e concederem seus desejos.
21আমাদের মতো দলিতদের সাথেও গোঁড়া ব্রাক্ষণ রাও আমাদের পুজা করে, পায়ের ধুলো নেয়ার জন্য লাইন দেয়।
22থিয়াম উৎসব নিয়ে অজস্র গল্প এবং গবেষণা রয়েছে। তবে এ অঞ্চলের বাইরের লোকদের কাছে এটা এখনো রহস্যই রয়ে গেছে।Apesar de sermos todos Dalits (intocáveis), até mesmo o mais intolerante e discriminador Namboodiri Brâmanes vêm nos adorar, entrando na fila para tocar nossos pés.
23এ উৎসবের বেশিরভাগ কিছুই রাতে পালন করা হয়। আবার এর কিছু কিছু জিনিস দেখা নারীদের জন্য সম্পূর্ণ নিষেধ।Há muitas histórias e pesquisas sobre o Theyyam, mas o ritual continua a ser um mistério para muitas pessoas que não pertencem à região.
24এতো কিছু সত্ত্বেও, সোশ্যাল মিডিয়ায় এই উৎসবের ব্যাপক উপস্থিতি রয়েছে।A maioria deles são realizados à noite e alguns restringem até participação das mulheres como observadoras.
25অনেকে থিয়াম উৎসবের ছবি ফেসবুকে নারিকোদেথিয়াম২০১৪ হ্যাশট্যাগের মাধ্যমে আপলোড করছে।O festival também tem uma presença na mídia social. No Facebook, as pessoas adicionam fotos de Theyyam através da hastag NarikodeTheyyam2014.
26অনিমেষ জেভিয়ার নামের একজন শিল্পী এবং গুগল প্লাস ব্যবহারকারী একটি টিভি স্টেশনের ওয়েবসাইটে উৎসব নিয়ে একটি আলোচনা লিখেছেন। এবং থিয়াম উৎসবের ছবি নিয়ে স্কেচ এঁকেছেন।Animesh Xavier [hi], um artista e blogueiro no google plus (Google+), escreveu um comentário sobre o evento [hi] para o site de uma rede de TV e fez alguns desenhos a partir de cenas [hi] das festividades.
27ফটোগ্রাফার, ব্লগার শাজি মুল্লুক্কারানের বাড়ি কেরালার কান্নুরের নারিকোদে। তিনি গুগল প্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন উৎসবে যোগ দিয়ে থিয়াম ফটোওয়াকে অংশ নেয়ার জন্য।Shaji Mullookkaran [hi], um ávido fotógrafo e blogueiro, postou um convite em seu Google Plus convidando a todos para juntarem-se à ele no Theyyam deste ano na sua cidade natal Narikode, em Kerala, para uma ‘caminhada fotográfica' (photowalking) [en], como foi feito nos últimos anos.
28তিনি গত বছরগুলোতে ফটোওয়াকে অংশ নিয়েছিলেন।
29একজন থিয়াম শিল্পী দেবীর ভূমিকা পালন করছেন।
30ছবি তুলেছেন শাজি মুল্লুক্কারান।Um Theyyam representando um deus.
31অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Imagem de Shaji Mullookkaran, usada com permissão
32সামাজিক মিডিয়ায় সক্রিয় আছেন এমন বিশ জনের বেশি মানুষ শাজি'র আমন্ত্রণে সাড়া দিয়ে ক্যামেরা হাতে উৎসবে চলে আসেন।
33যার ফলে দেবতাদের পৃথিবীতে নেমে আসার দারুণ কিছু ছবি দেখতে পায় বিশ্ববাসী। কুমার উপাসানা কুয়েত থেকে স্বল্প সময়ের জন্য কেরালায় এসেছিলেন।Cerca de vinte ou mais de pessoas, que participam das mídias sociais, aceitaram o convite e acompanharam Shaji para registrar algumas das principais performances, que resultaram em algumas fotografias extraordinárias deste mundo intrigante, onde deuses descem à terra.
34তিনি পুঠিয়া বাগাভাথি থিয়ামের খন্ড দৃশ্য চিত্র ভিডিও করে রেখেছিলেন:Na visita em Kerala, Kumar Upasana [en], que vive no Kuwait, documentou a Puthiya Bagavathy Theyyam em um vídeo curto:
35সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেনা ভায়োভিন নারীদের দৃষ্টিকোণ থেকে উৎসবের কিছু ছবি তুলেছেন:
36থিয়াম একজন ভক্তকে আশীর্বাদ করছেন। ছবি তুলেছেন সেনা ভায়োভিন।As fotografias de Seena Viovin [hi], uma engenheira de software, mostram o ponto de vista de uma mulher:
37অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Theyyam abençoando um devoto.
38থিয়ামকে প্রস্তুত করছে সহযোগীরা।Imagem de Seena Viovin, usada com permissão.
39ছবি তুলেছেন সেনা ভায়োভিন। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Ajudantes preparando um adereço para a cabeça do Theyyam.
40মন্দিরের সামনে দুইজন থিয়াম পারফর্ম করছেন।Imagem de Seena Viovin, usada com permissão.
41ছবি তুলেছেন সেনা ভায়োভিন।Dois Theyyams no templo.
42অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Imagem de Seena Viovin, usada com permissão.