# | ben | por |
---|
1 | রাইজিং ভয়েস ক্ষুদ্র ঋণ প্রস্তাব আহ্বান করা হচ্ছে স্বাস্থ্য খাতে নিউ মিডিয়া প্রসার প্রকল্পের জন্যে | Rising Voices busca propostas para projetos de novas mídias na área de saúde |
2 | দরখাস্ত জমা দেবার শেষ তারিখ: পহেলা জুন, ২০০৮ | Prazo para candidaturas: 1º de junho de 2008 |
3 | গ্লোবাল ভয়েসের ব্লগ প্রসার শাখা, রাইজিং ভয়েস ওপেন সোসাইটি ইন্সটিটিউটের (ওএসআই) গনস্বাস্থ্য প্রোগ্রামের হেল্থ মিডিয়া ইনিশিয়েটিভ প্রকল্পের সহায়তায় এখন নতুন প্রকল্প প্রস্তাব আহ্বান করেছে। তৃতীয়বারের মতো ৫০০০ ইউ এস ডলার পর্যন্ত এই ক্ষুদ্র ঋণ সহায়তা দেয়া হবে সেইসব নিউ মিডিয়া (নাগরিক মাধ্যম) প্রসার প্রকল্পকে যারা বিশেষ করে সংখ্যলঘুদের গণস্বাস্থ্য বিষয়ে জোর দেবে। | Rising Voices, projeto comunitário do Global Voices, em parceria com a Iniciativa de Mídia da Saúde do Programa de Saúde Pública do Open Society Institute, está aceitando propostas para a terceira rodada de micro-financiamentos de até US$ 5.000,00 para novos projetos de mídia comunitária, desta vez com foco especial em questões de saúde pública envolvendo populações marginalizadas. |
4 | আদর্শ প্রার্থী বিশেষ করে এনজিও বা ব্যক্তি হবেন তারাই যারা: | Concorrentes ideais são ONGs ou indivíduos dinâmicos que: |
5 | প্রতিযোগিতায় যোগদানের পূর্ব শর্ত: | Pré-requisitos para a competição: |
6 | রাইজিং ভয়েসেস আর ওএসআই চাচ্ছে নতুন নতুন সমাজ থেকে নতুন কিছু কণ্ঠ তুলে আনতে যারা নতুন ভাষায় ওয়েবে কথা বলবে। তারা সেই সব স্থানীয় প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে সাহায্য করতে আগ্রহী যারা কম প্রতিনিধিত্ব করা গোত্রের সাথে কাজ করে। | Rising Voices e OSI têm como objetivo trazer à conversação na Web novas vozes vindas de novas comunidades que falam novos idiomas, fornecendo recursos e financiamento a grupos locais para que alcancem comunidades que não sejam satisfatoriamente representadas. |
7 | প্রকল্প গুলো কেমন হতে পারে তার সম্ভাব্য উদাহরণের মধ্যে আছে: | Exemplos de projetos em potencial incluem: |
8 | রাইজিং ভয়েসের আউট্রিচ গ্রান্ট ১০০০ থেকে ৫০০০ ইউ এস ডলার পর্যন্ত হবে। | Os financiamentos do projeto Rising Voices variam de US$ 1.000,00 a US$ 5.000,00. |
9 | সাব সাহারান আফ্রিকা, পূর্ব ইউরোপ, মধ্য এশিয়া আর ককেশাস থেকে আসা প্রস্তাব গুলোর উপর গুরুত্ব দেয়া হবে। | Será dada especial atenção às propostas vindas da África Subaariana, Europa Oriental, Ásia Central e Cáucaso. |
10 | দয়া করে চিন্তা করে, সুনির্দিষ্ট আর বাস্তব সম্মত হবেন বাজেট দেয়ার সময়। | Seja o mais imaginativo, específico e realista possível quando da elaboração de seu orçamento. |
11 | সফল প্রোজেক্টকে গ্লোবাল ভয়েসেসে বিশেষ ভাবে তুলে ধরা হবে। | Projetos bem-sucedidos serão divulgados no Global Voices. |
12 | ইংরেজী বা রুশ ভাষায় সম্পূর্ণ আবেদন পত্র রবিবার পহেলা জুনের মধ্যে জমা পড়তে হবে। | Candidaturas serão aceitas até, no mais tardar, domindo 1º de junho, em língua inglesa ou russa. |
13 | দয়া করে আপনাদের আবেদন রাইজিং ভয়েসের আবেদন পাতায় জমা দেবেন। | Envie a sua candidatura via página do Rising Voices. |
14 | রুশ ভাষার আবেদন এখানে দিতে হবে। | As propostas em russo devem ser submetidas aqui. |
15 | সব আবেদনকারী তরা জুনের মধ্যে একটি আবেদন প্রাপ্তির স্বীকৃতি ইমেইলের মাধ্যমে পাবেন। যারা নির্বাচিত হবেন তাদের নাম ২৮শে জুন হাংগেরির বুদাপেস্টে অনুষ্ঠিতব্য গ্লোবাল ভয়েস সিটিজেন মিডিয়া সামিটে ঘোষণা করা হবে। ********* | Todos os canditatos receberão confirmação por e-mail até 3 de junho e os premiados serão anunciados em 28 de junho no Global Voices Citizen Media Summit em Budapeste, Hungria. *** |
16 | ওএসআই এর গণস্বাস্থ্য প্রোগ্রামের স্বাস্থ্য মিডিয়া কার্যক্রম চায় জনগণের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করতে, বিশেষ করে কোন ঠাসা হয়ে থাকা জনগোষ্ঠীর অবহেলিত থাকা স্বাস্থ্যের বিষয় গুলো নিয়ে। | A Iniciativa de Mídia da Saúde do Programa de Saúde Pública do OSI tem como objetivo aumentar a sensibilização do público para questões da saúde, especialmente relacionadas a assuntos estigmatizados que envolvam populações marginalizadas. |
17 | কার্যক্রমটি চাচ্ছে স্বাস্থ্য খাতে কাজ করা এনজিওদের সহায়তা করতে এবং সাংবাদিকদের সব মিডিয়া প্লাটফর্মে সম্পর্কে জ্ঞান বাড়াতে যাতে তারা স্বাস্থ্য আর মানবাধিকারের ব্যাপার গুলো আরো ভালোভাবে সবার কাছে পৌঁছাতে পারে। | A iniciativa centra-se no apoio a ONGs da área de saúde para que estabeleçam relacionamentos com jornalistas provenientes de todos os tipos de veículos de comunicação social, para que eles venham a divulgar assuntos de saúde e questões de direitos humanos de uma forma eficaz. |
18 | যেখানে মিডিয়া বন্ধুবৎসল না ওএসআই ‘কমিউনিটি সাংবাদিকতাও' সমর্থন করে, এনজিওদের উৎসাহিত করা তাদের গল্প আর বিষয় একে অপরকে আর পৃথিবীকে জানাতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে। | Caso o ambiente dos meios de comunicação seja particularmente hostil, o OSI também apóia iniciativas de “jornalismo comunitário” para incentivar que ONGs usem a tecnologia digital para se comunicar umas com as outras e com o mundo em geral, contando as suas histórias e problemas. |
19 | এই ব্যবস্থা দ্বারা মিডিয়া কর্মীদের ক্ষমতা বৃদ্ধি করা যাতে তারা দায়িত্বের সাথে গণস্বাস্থ্যের বিষয়ে রিপোর্ট করে। | A iniciativa procura também capacitar profissionais da mídia para divulgar responsavelmente questões de saúde pública. |
20 | রাইজিং ভয়েসেস চেষ্টা করে নতুন নতুন কমিউনিটি (গোস্ঠী) আর নতুন ভাষাভাষীদের মধ্যে থেকে নতুন নতুন কন্ঠকে কথোপকথনের ওয়েবে নিয়ে আসতে। এই কাজের জন্য তারা উপেক্ষিত স্থানীয় গোষ্ঠীরদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া দলগুলোকে আর্থিক সাহায্য করে থাকে। | Rising Voices visa ajudar a trazer para a conversação na Web novas vozes vindas de novas comunidades e que falam novos idiomas, fornecendo recursos e financiamento a grupos locais para que eles possam chegar a comunidades que não são satisfatoriamente representadas. |
21 | | [Todos os links levam a sites em inglês] |