# | ben | por |
---|
1 | নির্বাচনের দিন সাইবার হামলায় মোজাম্বিকের @ভেরদাদে নামক সংবাদপত্র সাইট বন্ধ হয়ে গেছে | Ataques cibernéticos derrubam site do @Verdade no dia da eleição em Moçambique |
2 | @ভেরদাদের লোগো | Logotipo do jornal @Verdade |
3 | @ভেরদাদে হচ্ছে মোজাম্বিকের এক সাপ্তাহিক পত্রিকা এবং গ্লোবাল ভয়েসেস-এর পার্টনার, ১৫ অক্টোবর, ২০১৪ তারিখে সাইটটি ব্যাপক সাইবার হামলার শিকার হয়, গত সপ্তাহের যে দিনটিতে মোজাম্বিকের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। | O semanário moçambicano @Verdade, um dos parceiros do Global Voices, foi vítima de um ataque cibernético massivo em 15 de outubro de 2014, semana passada, ocasião das eleições gerais de Moçambique. |
4 | নির্বাচনের প্রাক্কালে এই হামলা চালানো হয় এবং এর ফলে তা ঠিক ভোট প্রদান শেষ হবার মুহূর্ত থেকে সাইটটিকে বন্ধ করে ফেলতে সমর্থ হয় আর এরপর থেকে আফ্রিকার দক্ষিণের এই বিশাল দেশ জুড়ে ভোট গণনা শুরু হয়। | O ataque, que havia começado às vésperas do pleito, conseguiu derrubar o site exatamente no momento do encerramento das urnas, quando a apuração dos votos teve início em todo o país sul-africano. |
5 | এদিকে @ভেরদাদে, এ বছর অর্থের অভাবে তার নাগরিক সাংবাদিক নেটওয়ার্কের মাধ্যমে রিয়ালটাইমে নির্বাচনী সংবাদ প্রদান করতে পারেনি (গতবছর ২০১৩ সালে এই সাইট যেমনটা করতে সক্ষম হয়েছিল), এই সাইটের কর্মীরা বিশ্বাস করে যে বিদায়ী রাষ্ট্রপতি আরমান্ডো গুয়েবুজা এবং তার পরিবারের সদস্যদের সম্পদ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন এবং খনির প্রতি তাদের আগ্রহ নিয়ে সংবাদ প্রদান করার কারণে এই সাইট উক্ত হামলার শিকার হয়। | Embora @Verdade não tenha conseguido fazer a cobertura das eleições em tempo real usando a sua rede de jornalistas cidadãos, como fez no ano passado, devido à falta de financiamento, funcionários acreditam que o jornal tenha sido alvo por causa de sua cobertura investigativa dos bens e interesses do então Presidente Armando Guebuza e sua família no campo da mineração. |
6 | গুয়েবুজার বিভিন্ন ব্যবসায়িক স্বার্থ নিয়ে প্রকাশ করা @ভেরদাদের এক প্রবন্ধ ইংরেজিতে অনুবাদ করা হয় এবং একই দিনে আফ্রিকা জুড়ে তা প্রকাশিত হয়: | O artigo do @Verdade sobre o acúmulo de interesses empresariais de Guebuza foi traduzido em inglês e publicado no site All Africa no mesmo dia: |
7 | ইনটেলেক হোল্ডিং এবং টাটা মোসাম্বিকের মাধ্যমে গুয়েবুজা পরিবার মোজাম্বিকে সম্ভাবনা এবং খনি গবেষণার জন্য সাতটি লাইসেন্সের অধিকারী, যেখানে মোট ২৭,১৬০ হেক্টর তফসিল ভুক্ত ভূমি খনির জমি হিসেবে নিবন্ধন করা হয়েছে। | Com um total de 27.160 hectares de terra registados no cadastro mineiro, a família Guebuza, através da Intelec Holdigs e da Tata Moçambique, detém sete licenças de prospecção e pesquisa mineiras. |
8 | তাদের সবার মিল এক জায়গায় যে তাদের সবাইকে এই দায়িত্ব প্রদান করেছে জাতীয় খনি পরিচালক, আর তা তখন থেকে করা হয় যখন গুয়েবুজা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন। | Todas elas têm em comum o facto de terem sido atribuídas pela Direcção Nacional de Minas, a partir da altura em que Armando Guebuza ascendeu ao cargo de Presidente da República. |
9 | দুর্ভাগ্যজনক ভাবে, @ভেরদাদের বিরুদ্ধে চালানো এই হামলার কারণে মোজাম্বিকের পাঠকদের মূল পর্তুগীজ ভাষায় লেখাটি পাঠ করতে অসুবিধার সম্মুখীন হতে হয়। | Infelizmente, devido ao ataque, os leitores moçambicanos tiveram dificuldade em acessar o artigo original em português. |
10 | তবে সংবাদপত্রটি দাবী করে যে তারা এই বড় আকারে চালানো ডডস (ডিস্ট্রিবিউটেট ডেনিয়েল অফ সার্ভিসেস) হামলার মূল উৎপত্তি স্থল কোথায় তা জানতে পেরেছে, কিন্তু এখনো সে এই তথ্য জনতার কাছে প্রকাশ করেনি। | Enquanto o jornal afirma saber a origem do ataque de negação de serviço (DoS), as informações não foram divulgadas ao público. |
11 | মোজাম্বিকের নির্বাচন নিয়ে লেখা এক প্রবন্ধে আফ্রিকা কনফিডেনশিয়াল এই ঘটনা উল্লেখ করেছে, যদিও উক্ত নির্বাচন দু এক জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা এবং জাল ভোট প্রদানের প্রচেষ্টা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে। | O site Africa Confidential deu destaque ao caso em a artigo sobre as eleições em Moçambique, que, embora pacífica em boa parte, foram marcadas por alguns incidentes violentos e tentativas de manipulação de voto. |
12 | সাব সাহারা আফ্রিকায় ডডস হামলা ক্রমশ বাড়তে থাকা সমস্যা হয়ে দাড়িয়েছে, যদিও তা বাকী বিশ্বের মত এত ঘন ঘন ঘটে না। | Ataques DDoS são um problema crescente na África Subsaariana, embora não tão frequente como em outras partes do mundo. |
13 | রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে সবচেয়ে অতি পরিচিত ডডস হামলার ঘটনাটি ঘটেছিল দক্ষিণ আফ্রিকায়, ২০১৩ সালে আফ্রিকার জাতীয় সম্মেলনের ওয়েবসাইটে এই হামলা চালানো হয়। | O exemplo mais conhecido de ataque DDoS politicamente motivado vem da África do Sul, executado contra o site da Conferência Nacional Africano em 2013. |
14 | “অ্যানোনিমাস আফ্রিকা” এই হামলার দায়িত্ব স্বীকার করে, তাতে তারা উল্লেখ করে যে জাম্বিয়ার রাষ্ট্রপতি রবার্ট মুগাবের প্রতি এএনসির সমর্থন এই হামলার কারণ। | “Anonymous África” assumiu a responsabilidade pelo ataque, citando o apoio do ANC para Robert Mugabe no Zimbábue como o motivo. |