Sentence alignment for gv-ben-20120624-27951.xml (html) - gv-por-20120607-32251.xml (html)

#benpor
1কেনিয়া: দুর্নীতির বিরুদ্ধে ডিজিটাল কর্মীদের অনলাইনে সংগ্রামQuênia: Ativistas Digitais Lutam Contra Corrupção Online
2আমি ঘুষ দিয়েছি কেনিয়ার দুর্নীতি বিরোধী কর্মীদের একটি উদ্যোগ জনসাধারণের দুর্নীতির অভিজ্ঞতার ভিত্তিতে নতুন প্রযুক্তি ব্যবহার করে কেনিয়ায় দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করছে।I Paid a Bribe [en] [ou “Eu Paguei Suborno”] é uma iniciativa de ativistas quenianos para lutar contra a corrupção no Quênia usando novas tecnologias que possibilitam a captura de informações sobre experiências com a corrupção de maneira colaborativa.
3আমি ঘুষ দিয়েছি, ভারতের দুর্নীতি বিরোধী পোর্টাল(আইপিএবি) এর মডেল অনুসরণে তৈরি এবং আইপিএবি ও কেনিয়ার ওমানি ট্রাষ্টের অংশিদারিত্বে পরিচালিত যা আইপিএবিকে পূর্ব ও মধ্য আফ্রিকায় নিয়ে এসেছে।I Paid a Bribe, modelado a partir do portal anticorrupção indiano IPAB, é uma parceria entre o IPAB e a ONG Wamani Trust of Kenya para levar o sistema do IPAB às regiões leste e central da África.
4আমি ঘুষ দিয়েছি হচ্ছে:O I Paid a Bribe é:
5নাগরিকদের শক্তি একত্রিত করার মাধ্যমে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার ওমানী ট্রাষ্টের আদর্শ উদ্যোগ www.ipaidabribe.or.ke।O site www.ipaidabribe.or.ke é uma iniciativa única da Wamani Trust de atacar a corrupção absorvendo a energia coletiva dos cidadãos.
6এই ওয়েবসাইটে আপনি প্রকৃত দুর্নীতির প্রকৃতি, সংখ্যা, ধরণ, স্থান এবং মূল্য সম্পর্কে প্রতিবেদন দিতে পারেন।Você pode informar a natureza, o número, o padrão, os tipos, a localização, a frequência e os valores de atos corruptos reais no site.
7আপনার প্রতিবেদনটি হতে পারে, সম্ভবত প্রথমবার, সারা দেশে চলমান দুর্নীতির একটি চিত্র।Seus informes poderão, talvez pela primeira vez, oferecer um retrato do suborno ocorrendo em sua cidade.
8শাসন ব্যবস্থা ও তার প্রয়োগের উন্নয়ন, আইনের কঠোর প্রয়োগ এবং নিয়ন্ত্রণ এবং এভাবে দুর্নীতির প্রশস্ততা কমানোর মাধ্যমে সরকারী সেবা পাওয়ার জন্য আমরা এগুলো ব্যবহার করবো।Nós usaremos esses reportes para pedir melhores sistemas e procedimentos de governança, deixando regulamentos e a aplicação da lei menos frouxos e reduzindo, portanto, o escopo da corrupção que ocorre ao se obter serviços do governo.
9সাম্প্রতিককালে অথবা অতীতে আপনি ঘুষ দিয়ে থাকলে তা নিবন্ধনের জন্য আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।Nós o convidamos a registrar quaisquer casos, novos ou antigos, de subornos que você tenha pago.
10অনুগ্রহ করে আপনি আমাদের বলুন যদি আপনি ঘুষের দাবী প্রতিরোধ করেন, অথবা নতুন পদ্ধতির কারণে আপনাকে ঘুষ দিতে হয় নি অথবা একজন সৎ কর্মকর্তা আপনাকে সাহায্য করেছিল।Por favor, conte-nos se você resistiu a um pedido de suborno, ou se você não teve que pagar suborno, por conta de um novo procedimento ou de um oficial honesto que o ajudou.
11আমরা আপনার নাম অথবা ফোন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব না, আপনি স্বচ্ছন্দে নির্ধারিত ছকে তথ্য দিতে পারেন।Nós não pedimos por seu nome, ou se número de telefone, então sinta-se à vontade para reportar usando os formatos que oferecemos.
12এ বছর মে মাসে ২ কোটি ৫০ লক্ষ কেনিয়ার মানুষের জন্য ‘কেনিয়া আমি ঘুষ দিয়েছি' সংযুক্ত এসএমএস পদ্ধতির উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে এই সাইটে মোবাইল ফোনের মাধ্যমে ঘুষের অভিজ্ঞতা অবগত ও বিনিময় করা যাবে:A iniciativa lançou o sistema integrado de SMS [en] ‘I paid a Bribe Kenya' [ou “Eu paguei Suborno Quênia”] em maio deste ano para permitir que mais de 25 milhões de quenianos com acesso a um telefone móvel possam reportar e compartilhar suas experiências com suborno através do site:
13আমি ঘুষ দিয়েছি কেনিয়ার এসএমএস সংক্ষিপ্ত কোড ব্যবহার করে ঘুষের অভিজ্ঞতা বিনিময়ের জন্য, আপনাকে জেলা, দপ্তর, পরিমাণ নির্দেশ করে ২০২৫ নম্বরে এসএমএস করতে হবে।Para compartilhar sua experiência com suborno usando o código SMS do I paid a Bribe Kenya, você deve enviar um SMS para o número 2025 indicando Condado, Departamento e valor.
14এই সাইটে কেনিয়ানরা তাদের ঘুষের অভিজ্ঞতা তিনভাবে করতে পারেন:Há três maneiras [en] dos quenianos compartilharem suas experiências com suborno:
15কেনিয়ানরা ওয়েব সংস্করণ (ipaidabribe.or.ke), মোবাইল সংস্করণ (m.ipaidabribe.or.ke) অথবা ২০২৫ এ এসএমএস করে তাদের ঘুষের অভিজ্ঞতা জানাতে পারেন।Quenianos podem reportar suas experiências com suborno usando a versão web do site (ipaidabribe.or.ke), a versão móvel (m.ipaidabribe.or.ke) ou o código SMS 2025.
16২০২৫ এ এসএমএস করলে ৫ কেনিয়ান শিলিং পরিশোধ করতে হবে।Ao enviar um SMS para 2025 há uma cobrança de KES 5 [“5 xelins do Quênia”].
17দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে অনলাইনে ঘুষের অভিজ্ঞতা কতখানি ভূমিকা রাখছে?Como o compartilhamento de experiências com a corrupção contribui para a luta contra a corrupção?
18কলিন বাসওয়ারি বর্ণনা করছেন:Collins Baswony explica [en]:
19বাস্তবতা ২: কেনিয়ায় ছোট দুর্নীতিগুলো বেশীরভাগ ক্ষেত্রে অজ্ঞাতই থেকে যায়।Fato 2: A maioria dos casos de “corrupção leve” [ou os “delitos leves”] não é reportada no Quênia
20পূর্ব আফ্রিকার ঘুষের সূচক ২০১১ এর মতে জরিপে দেখা গেছে ১০ জনের মধ্যে ৯ জন দুর্নীতি সম্পর্কে অবহিত করেন নি।9 em cada 10 pessoas que entrevistamos para a pesquisa do Índice de Suborno do Leste da África [en] disseram que não reportavam casos de corrupção.
21১০ জনের মধ্যে ৯ জনের হাঁ।SIM, 9 de cada 10.
22যেহেতু ছোট দুর্নীতির ঘটনাগুলো ক্রমাগতভাবে অজ্ঞাত থেকে যায়, সরকারী কর্মকর্তারা ব্যক্তিগত প্রাপ্তির জন্য তাদের দপ্তরের অপব্যবহার করেন।Enquanto casos de “corrupção leve” continuarem anônimos, oficiais públicos continuarão a fazer mal-uso de suas funções para obterem ganhos pessoais.
23বাস্তবতা ৩: দুর্নীতি কেনিয়ার আর্থ-সামাজিক উন্নয়ন ব্যাহত করছেFato 3: A corrupção impede o desenvolvimento socioeconômico do Quênia
24কেনিয়ার সমন্বিত দুর্নীতির কলঙ্কজনক ঘটনাসমূহ: নব্বই এর দশকের গোল্ডেনবার্গ, এঙ্গলো-লিজিং, ২০০০ এর ভুট্টা ও তেলের কলঙ্কময় ঘটনা এবং ২০১১ সালে ডলার/শিলিং এর লজ্জাকর ঘটনা কেনিয়ার অর্থনীতিতে অবশ্যই গুরুত্বপূর্ণ। কল্পনা করুন, এইসব অর্থ অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতিতে যদি ব্যবহার করা যেতো।O custo somado dos escândalos de corrupção mais proeminentes do Quênia (Goldenberg nos anos 1990, Anglo-Leasing [en], os escândalos do milho e do petróleo nos anos 2000, e o escândalo do dólar/xelim do Quênia em 2011) para a economia do Quênia é indubitavelmente significante.
25দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের নীলনকশা নিয়ে লক্ষ্য ২০৩০ অর্জনের জন্য কেনিয়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সেই দিক বিবেচনায় লক্ষ্য অর্জনের ক্ষেত্রে দুর্নীতি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
26এই অঞ্চলে লক্ষ্য ২০৩০ মরীচিকা হতে পারে যদি কেনিয়ানরা সকলে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে সকলে সরব ও যুক্ত না হয়।O projeto Vision 2030 [en] continuará uma miragem no horizonte se os quenianos não conversarem coletivamente e não se engajarem na luta contra a corrupção.
27একজন অজ্ঞাত দর্শক এই সাইটে যুক্ত করেছেন:Um visitante anônimo do site adicionou [en]:
28এটি সম্পর্কে না বলার অর্থ হচ্ছে এটিকে আরও খারাপ হতে দেয়া এবং গ্রহণযোগ্য করে তোলা কারণ কেউ অভিযোগ করছে না।Não falar sobre a corrupção só a deixa pior e ela se torna aceitável apenas porque não há ninguém reclamando.
29আমরা কেনিয়ানরা আমাদের আচরণ হচ্ছে স্থিতিবস্থাকে গ্রহণ করা এবং জিজ্ঞাসা করি না কেন পরিবর্তন হচ্ছে না এবং তারা পারে।Os quenianos temos uma tendência de simplesmente aceitar o status quo e não questionar por que as coisas não podem ser diferentes.
30আমরা যে নতুন যুগে বাস করছি, যেখানে প্রযুক্তি এবং সামাজিক প্রচার মাধ্যম জীবনের অংশ, গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে তথ্য সংগ্রহ ও বিতরণ খুব দ্রুত করা যায়।E elas podem. Nesta nova era em que vivemos, em que a tecnologia e as mídias sociais se tornaram um meio de vida, pode-se juntar e espalhar a informação muito rapidamente, colocando problemas na berlinda.
31আমরা যত বেশী এটি সম্পর্কে সরব হব, এটি সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পাবে এবং নেতা ও নীতি নির্ধারকদের সমস্যা সমাধানের জন্য চাপ সৃষ্টি করা।Quanto mais falarmos sobre isso, mais atenção chamaremos para o problema e políticos e líderes serão forçados a tentar resolvê-lo.
32অনুগ্রহ করে দুর্নীতি সম্পর্কে কথা বলা বন্ধ করবেন না এবং আমাদের সমাজকে এর জন্য মূল্য দিতে হচ্ছে এবং পচন এখান থেকেই শুরু হয়।Por favor, não parem de falar da corrupção e do fardo que ela impõe à nossa sociedade, apodrecendo-a por dentro.
33অন্য আরেকজন জানাচ্ছেন:Outro comentário nota [en]:
34কেনিয়ানদের স্মৃতিভ্রষ্টতা দেখা দিয়েছে!Os quenianos sofrem de um sério lapso de memória!
35আমরা দুর্নীতি নিয়ে তখনই সরব হই যখন বড় ধরনের দুর্নীতির লজ্জাজনক ঘটনা ঘটে, ছোট দুর্নীতিগুলো সম্ভবত: আনুমানিক ৩০% গৃহ আয় চুরি করে, আমাদের সম্পদ নষ্ট করে এবং মূল্যবোধের অবক্ষয় ঘটায়।Nós apenas discutimos a corrupção quando estamos face a face com grandes escândalos, enquanto a “corrupção leve” provavelmente nos “rouba” 30% de nossas rendas familiares, acaba com nossos recursos e corroi nossos valores morais.
36ছোট দুর্নীতিগুলো গরীব ও মধ্যবিত্তের উপর প্রভাব ফেলে।Será difícil, se não impossível, atingirmos nossos objetivos para o projeto Vision 2030, se não dissermos não aos “delitos leves”.
37বড় দুর্নীতিগুলো উচ্চবিত্তরা 'উপভোগ' করে! ফেসবুক এবং টুইটারে এই উদ্যোগ।A corrupção leve afeta as classes média e baixa, enquanto a corrupção de maior porte é apenas “aproveitada” pelos super-ricos!
38কেনিয়ায় রাজনীতিবিদ ও সরকারী কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির বিস্তার ব্যাপক।A iniciativa está no Facebook e no Twitter. A corrupção entre políticos e oficiais do governo no Quênia é generalizada.
39গোল্ডেনবার্গ কলঙ্কজনক ঘটনা হচ্ছে কেনিয়ায় সর্ব্বোচ্চ-চলমান দুর্নীতির কলঙ্কজনক ঘটনা যাতে কেনিয়া সরকার সোনা রপ্তানিতে ভর্তুকি দিয়ে থাকে।O escândalo de Goldenberg é o caso mais longevo de corrupção [en] no país, no qual o governo queniano subsidia exportações de ouro.
40গোল্ডেনবার্গ কলঙ্কজনক ঘটনার জন্য কেনিয়ায় বার্ষিক জিডিপির ১০% ক্ষতি হয়।O escândalo de Goldenberg custa ao Quênia o equivalente a mais de 10% do PIB anual do país.
41*ছবি জাতিসংঘের মাদক ও অপরাধ বিভাগের সৌজন্যে।Imagem cortesia da UNODC [en], United Nations Office on Drugs and Crime.