# | ben | por |
---|
1 | অনলাইনে দুর্নীতি প্রকাশের দায়ে চীনা সাংবাদিক গ্রেফতার | Jornalista chinês é preso após mostrar corrupção online |
2 | গত ২৪শে আগস্ট, ২০১৩ তারিখে সাংবাদিক লিউ হু কে আটকের সাত সপ্তাহ পর দুর্নীতি কর্মকর্তারা তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করে গ্রেপ্তার করেছে। | O jornalista Liu Hu foi formalmente preso [en] por acusar oficiais de corrupção, sete semanas após a sua detenção ocorrida em 24 de agosto de 2013. |
3 | গত ২৯ জুলাই শিল্প ও বাণিজ্য রাজ্য প্রশাসনের ডেপুটি ডিরেক্টর মা ঝেংকির ব্যাপারে গুয়াংঝো ভিত্তিক নিউ এক্সপ্রেসের লিউকে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট সিনা উইবোতে তার একাউন্টের মাধ্যমে তদন্ত করতে বলা হয়েছিল। | |
4 | লিউ এর পোস্টে জড়িত চার ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিস্তারিত ছিল। তাঁকে “মিথ্যা এবং গুজব ছড়ানোর” সন্দেহে আটক করা হয়েছে এবং তার সিনা উইবো অ্যাকাউন্ট তাকে আটক করা সময় মুছে দেওয়া হয়। | Liu, integrante do New Express, sediado em Guangzhou, tinha pedido uma investigação sobre Ma Zhengqi, vice-diretor da Administração Estatal de Indústria e Comércio, em seu perfil na popular plataforma de microblogging Sina Weibo, no dia 29 de julho. |
5 | চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ক্রিটিক্যাল ভয়েসেসে লিউ হু'র গ্রেপ্তারের ঘটনাটি সাম্প্রতিক কঠোর ব্যবস্থার প্রতিফলন। | |
6 | গত কয়েক মাসে ওয়েইবোতে কয়েকজন উচ্চবিত্ত দানশীল ব্যক্তিকে পুলিশ সতর্ক করেছে বা শাস্তি দিয়েছে। | |
7 | পতিতাবৃত্তির আমন্ত্রণের সন্দেহে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বেইজিং পুলিশ অনলাইনে ব্যাপক জনপ্রিয় ব্যক্তিত্ব চার্লস ঝু কেও শাস্তি দিয়েছিল। | |
8 | অনেক সাংবাদিক এবং আইনজীবীই বিশ্বাস করেন লিউ নিষ্পাপ। | Liu detalhou o suposto envolvimento em corrupção de quatro oficiais do alto escalão. |
9 | লিউ এর গ্রেপ্তারে কেউ কেউ বেশ হতবাক হয়েছেন। কেননা, তাঁরা লিউ কে আরেকজন সাংবাদিক, লুও চাঙ্গপিং এর সাথে তুলনা করেছেন। | Ele foi detido por suspeita de “inventar e espalhar rumores” e a sua conta no Sina Weibo foi cancelada durante o período em que ficou detido. |
10 | তিনিও ২০১২ সালে লিউ টিয়েনান এর বিরুদ্ধে একই গণ অভিযোগ তোলেন। | A prisão de Liu Hu é o último ato de repressão das vozes críticas na mídia social chinesa. |
11 | লিউ টিয়েনান ছিলেন জাতীয় উন্নয়ন এবং সংস্কার কমিশনের সহকারী প্রধান। | Alguns importantes liberais do Weibo foram advertidos ou detidos pela polícia nos últimos meses. |
12 | অবশেষে এই কর্মকর্তাকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়। অনলাইনে দুর্নীতি প্রকাশ করে দেওয়ার ফলে সাংবাদিক লিউ হু কে গ্রেপ্তার করা হয়েছে। | Em setemboro de 2013, Charles Xue [en], uma figura de destaque do mundo online, foi preso pela polícia em Beijing por suspeita de haver pago por serviços de prostituição. |
13 | ছবিটি সিনা উইবো থেকে নেওয়া হয়েছে। | Muitos jornalistas e advogados acreditam que Liu seja inocente. |
14 | জনগণের রাগ করা সত্ত্বেও অনলাইনে বিভিন্ন কণ্ঠস্বরে এই কঠোর ব্যবস্থার একটি শীতল প্রভাব বিরাজ করছে। লিউ এর জন্য খুব সামান্য যে কয়টি কণ্ঠস্বর সমর্থন করে, তাঁরা দলের স্বপক্ষে বক্তৃতার দ্বারা উপদেশ দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। | Alguns ficaram chocados com a sua prisão, comparando-o com outro journalista, Luo Changping, que havia feito acusações públicas similares em 2012 contra Liu Tienan, vice-chefe da Comissão de Reforma do Desenvolvimento Nacional, e no final, o oficial foi demitido do seu posto. |
15 | মনে করা হচ্ছে, এই প্রতিক্রিয়াগুলো চীনের সরকার কর্তৃক ভাড়া করা কোন মন্তব্যকারী করেছে। | O jornalista foi preso após expor um caso de corrupção na Internet. |
16 | এই মন্তব্যকারীরা ৫০ সেন্ট পার্টি নামে পরিচিত। | Foto do blog Sina Weibo [zh] |
17 | ল্যানঝু ভিত্তিক একজন সাংবাদিক প্রশ্ন [ম্যান্দারিন] করেছেন, লিউ কেন তাঁর স্বাধীনতা হারালেনঃ | Uma jornalista, sediada em Lanzhou, foi questionou [zh] o porquê de Liu ter perdido a liberdade: |
18 | পতিতাবৃত্তি নয়, গুজব নয়, ভয় দেখানো নয়, কোন খারাপ কাজ করা নয়। শুধুমাত্র এই কারনে যে, মাইক্রোব্লগিং কর্মকর্তাদের সন্দেহভাজন দুর্নীতির খবর প্রকাশ করে দেয়। | Não houve prostituição, rumores, chantagens ou qualquer outra irregularidade; simplesmente porque o microblog mostra um caso suspeito de corrupção de oficiais, e ele é preso por perturbar a ordem pública com potencial perigo à sociedade. |
19 | জনগণের শান্তি শৃঙ্খলায় ব্যাঘাত ঘটানোর কারনে সমাজের জন্য তিনি বিপদজনক হতে পারেন বলে তাঁকে গ্রেপ্তার করা হয়। | |
20 | আপনি কি সত্যই ভীত ? | Você está realmente com medo? |
21 | আপনি কি জানেন, এটি খুবই বোকার মতো একটি কাজ ? | Você sabe que este tipo de tratamento é considerado uma estupidez. |
22 | কেননা আমরা শুধুমাত্র লিউ হু এর স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন নই, বরং এই ভেবে উদ্বিগ্ন যে, কেন লিউ তাঁর স্বাধীনতা হারালেন! | |
23 | শীঘ্রই “অন্যান্য নেটিজেনরা” তাঁর পোস্টটিতে বিপরীত মতামত দিয়ে হামলা চালায়। | Não estamos somente preocupados com a libertação de Liu Hu, mas também interessados no porquê da perda de liberdade dele! |
24 | তিনি সেসব বিপরীত মতামতের প্রতিক্রিয়ায় [ম্যান্দারিন] লিখেছেনঃ আমি লিউ হু কে সমর্থন জানিয়ে একটি পোস্ট লিখেছি। | O post dela foi prontamente atacado por “outros internautas chineses” com opiniões opostas, e aos quais ela respondeu [zh]: |
25 | কিন্তু, ৫০ সেন্ট পার্টি তাঁর প্রেক্ষিতে আবর্জনাতে পূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছে, যা আমাকে বোমা মেরে আক্রমন করার সমতুল্য। | Eu apenas escrevi um artigo em apoio a Liu Hu e acabei sendo bombardeada com um monte de comentários de baixo nível vindos do partido “50 Cent”. |
26 | আরেকজন ইন্টারনেট ব্যবহারকারি হু নিং প্রতিধ্বনিত [ম্যান্দারিন] করেছেনঃ | Um outro internauta chinês, Hu Ning declarou [zh]: |
27 | আমি শুধুমাত্র “লিউ হু গ্রেপ্তার হয়েছেন” এই গরম খবরটিতে ক্লিক করেছি। তথাপি কিছু অদ্ভুত নামে, কোণ যাচাই-বাছাই ছাড়া এ সম্পর্কিত সব মন্তব্যগুলো আসতে থাকে। | Eu acabo de clicar na matéria “Liu Hu é preso” e todos os comentários relacionados vêm de nomes estranhos, sem nenhuma verificação. |
28 | এমনকি, অনেকগুলো একাউন্টে কোন প্রোফাইল ছবিও নেই। | Várias contas nem sequer possuem fotos nos seus perfis de informações. |
29 | মতামতগুলো আশ্চর্যজনকভাবে খুব সাংঘর্ষিক, যা আমাকে শিহরিত করেছে। | As opiniões são todas surpreendentemente coerentes, o que me deixou arrepiado. |
30 | কিছু নেটিজেনরা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে গেছে। | Alguns internautas chineses mudaram para outras plataformas sociais. |
31 | আইনজীবী ঝোউ লিজিন তাঁর ব্লগে বিশ্লেষণ [ম্যান্দারিন] করেছেনঃ | O advogado Zhou Lixin analisou [zh] em seu blog: |
32 | এমনকি, বেইজিং পুলিশের আচরণ দলটির এবং দেশের ভাবমূর্তি নষ্ট করছে। | Na verdade, a ação da polícia destrói a imagem do partido e do país. |
33 | প্রথমত, কর্মকর্তারা যে নির্দোষ সে বিষয়ে তাঁরা নিশ্চিয়ত দিচ্ছে না। | Em primeiro lugar, eles não garantiram a inocência dos oficiais. |
34 | দ্বিতীয়ত, তাঁরা আইনের মাধ্যমে না যেয়ে অপরাধী নির্ভর একটি সংকেত প্রদায়ী ব্যবস্থা তৈরি করেছে। | Em segundo lugar, eles prenderam um denunciante como criminalmente responsável, sem passar pelos trâmites legais. |
35 | এমন একটি আচরণ সকল নাগরিককে একটি সংকেত পাঠিয়েছেঃ বয়োজ্যেষ্ঠ দলের কর্মকর্তারা দুর্নীতিবাজ হোক বা না হোক, আপনি তাঁদের অনলাইনে প্রকাশ করতে পারবেন না। যদি কেউ তা করার স্পর্ধা দেখান, তবে সে সাংবাদিক লিউ হু এর মতো জেলে পচে মরবেন। | Esta abordagem se traduz em uma mensagem aos cidadãos: sejam os oficiais do partido corruptos ou não, você não pode expô-los na Internet e qualquer um que os denuncie irá para cadeia, como aconteceu com o jornalista Liu Hu. |
36 | টুইটারে “电车痴汉@এমআরলাওইয়াং” লিখেছেনঃ | No Twitter, “电车痴汉 @mrlaoyang” escreveu: |
37 | লিউ হু এর গ্রেপ্তার হওয়া এটাই প্রমাণ করে যে, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের জন্য রাষ্ট্রীয় প্রশাসনের সহকারী পরিচালকের একটি শক্তিশালী হাত আছে। | A prisão de Liu Hu nos prova que o vice-diretor da Administração Estatal para a Indústria e Comércio tem poderosas conexões. |
38 | আরেকজন ইন্টারনেট ব্যবহারকারি লিলি লি [ম্যান্ডারিন] সরকারের দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার দৃঢ় প্রত্যয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেনঃ | |
39 | তাঁরা এমনভাবে একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে, যেন তাঁদের খুব ভালো বিচার করার ধারণা আছে। | Uma outra internauta, Lily Lee, [zh] expressou dúvidas a respeito da determinação do governo na luta contra a corrupção: |
40 | এতে করে ব্যাপারটি আরো ঘোলাটে হয়ে যাচ্ছে যে, সরকার কি আসলেই দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে নাকি তাঁর উল্টোটা? | Eles prendem jornalistas como estes, que possuem um forte senso de justiça, o que deixa dúvidas se o governo está realmente lutando contra a corrupção. |