Sentence alignment for gv-ben-20141129-45667.xml (html) - gv-por-20141128-55744.xml (html)

#benpor
1“সমকামী তরুণ-তরুণীরা সাহসী হয়” এ মতবাদ প্রচারের জন্য সমকামী সাপোর্ট গ্রুপের ওপর রাশিয়ান সরকারের নিষেধাজ্ঞাGoverno Russo, “Crianças-404″ e a “propaganda gay”
2রসকমনাডজর শিশু-৪০৪ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে এই প্রেক্ষিতে যে, সেখানে সমকামিদের ভাল মানুষ বলা হয়েছে।Roscomnadzor impõe penalidades a Crianças-404 por sugerir que gays podem ser pessoas boas.
3ছবিটি সম্পাদনা করেছেন কেভিন রথরক।Imagem editada por Kevin Rothrock.
4রাশিয়াভিত্তিক”শিশু-৪০৪,” যুক্তরাষ্ট্রের “ইট গেটস বেটার” প্রচারাভিযানের মতই সমকামী কিশোরদের জন্য একটি অনলাইন সাপোর্ট নেটওয়ার্ক যার প্রতিষ্ঠাতা এখন অবৈধভাবে সমকামী প্রচারণার দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন।A fundadora do Crianças-404, uma rede de apoio on-line para adolescentes LGBT na Rússia (semelhante ao “It Gets Better” nos Estados Unidos) se posiciona formalmente após ser acusada de “propaganda gay”.
5লিনা ক্লিমভা প্রথম এ অভিযোগ সম্পর্কে জানতে পারেন গত সপ্তাহে, যখন তদন্তকারীরা তার বাড়ি পরিদর্শন করে এবং ফেডারেল পুলিশ ভবনে তাকে তলব করা হয়।Lena Klimova, que teve seu o caso contra seu grupo relatado na Global Voices foi convocada para comparecer em Moscou no dia 18 de novembro.
6ক্লিমভাকে আজ নভেম্বর ১৮ তারিখে, মস্কোতে উপস্থিত হবার জন্য বলা হয়েছিল, কিন্তু সে মস্কো থেকে ১১০০ মেইল দূরে, নিযনি তাগিলে থাকার কারণে উপস্থিত হতে পারেনি।Ela vive mais de 1.100 quilômetros de distância, em Nizhny Tagil, e a polícia recusou o pedido de Klimova para mover o inquérito para mais perto de sua casa.
7শুনানিটি ক্লিমভার বাড়ির কাছে নেবার অনুরোধ পুলিশ প্রত্যাখ্যান করেছে।No LiveJournal de Klimova foi publicado alguns trechos que ela chama de “mais saborosos bocados” sobre as acusações do governo contra Crianças-404.
8ক্লিমভা লাইভজার্নাল টুডেতে এর কিছু অংশলিখেছেন -যা তার মতে, রাষ্ট্রীয় অভিযোগের কিছু অতুলনীয় অংশ। নিম্নলিখিত ভাষা ক্লিমভা'র সম্প্রদায়ের বিরুদ্ধে রাষ্ট্রীয় অভিযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে:Os materiais [sobre as Crianças-404] podem motivar crianças a acreditar que ser gay significa ser uma pessoa corajosa, forte, confiante, tenaz, e alguém com um senso de dignidade e auto-respeito.
9শিশু-৪০৪ এ দেখানো বিষয়সমূহ শিশুদের মনে এই ধারনা দিতে পারে যে সমকামী হবার অর্থ একজন সাহসী, সমর্থ, আত্মবিশ্বাসী, ধৈর্যশীল এবং আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হওয়া।Os comentários [sobre as Crianças-404] são abertamente negativos para com as mães que condenam seus filhos adolescentes homossexuais.
10শিশু-৪০৪ তে করা মন্তব্যসমূহ উন্মুক্তভাবে সেসকল মায়েদের প্রতি নেতিবাচক মনভাব গরে তুলছে যারা তাদের সমকামী বাচ্চাদের তাদের সমকামিতার নিন্দা জানায়।Esta comunidade contém quase nenhuma informação sobre o fato de que esta orientação [sexual] é não tradicional de acordo com as normas, costumes e práticas da Federação Russa.
11এই সম্প্রদায়ে এই বিষয়ে কোন তথ্য নেই যে, এধরনের যৌন অভিব্যক্তি রাশিয়ান ফেডারেশনের নিয়ম, রীতিনীতি, এবং অনুশীলনের সম্পূর্ণ বাইরে।Esses são comentários publicados no Facebook por censores federais russos, que acusaram Crianças-404 de pôr em perigo os menores LGBT, fornecendo-lhes apoio psicológico “amador”.
12এই অভিযোগসমূহ গতকাল প্রকাশিত ফেসবুক মন্তব্যের ওপর ভিত্তি করে রাশিয়ান কেন্দ্রীয় সেন্সর করা হয়েছে, যারা শিশু-৪০৪ এর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন যে শিশু-৪০৪ সংখ্যালঘু সমকামী সম্প্রদায়কে অপেশাদার” মানসিক সমর্থন প্রদানের মাধ্যমে বিপদ ডেকে আনছে।O governo russo parece estar dizendo que adolescentes LGBT são uma ameaça para o outro, que exigem a atenção de profissionais da área médica, que irá explicar com calma que ser gay se opõe a coragem, a força, e qualquer outra coisa boa sob o sol.
13রাশিয়ান সরকার মনে হয় এলজিবিটি তরুণদের বলছে যে তারা একে অপরেরে জন্য হুমকি- এধরনের তরুণদের ডাক্তারি সহায়তার প্রয়োজন, ডাক্তাররা তাদেরকে শান্তভাবে ব্যাখ্যা করবে সমকামী হওয়ার মানে ভাল কিছু ছাড়া বাকি সবই।
14আপনি যদি তরুণ এবং সমকামী হয়ে থাকেন, আপনি আপনার মত অন্যদের কাছ থেকে দূরে থাকবেন।Se você é jovem e gay deve ficar longe de outras pessoas como você.
15আপনার যদি কিছু করতে হয় তবে আপনি ডাক্তারের কাছে যান এবং সঠিক পরিচর্যা গ্রহণ করুন, মর্যাদা ও আত্মসম্মান জাতীয় বিভ্রমের আওতায় পড়ার আগেই।Deve ir a um médico e procurar cuidados adequados, antes de cair sob delírios de dignidade e auto-respeito.
16জনসেবামূলক ঘোষণা হিসেবে “ইট গেটস বেটার” এঅর্থে তা কেমন বলুন তো?Tradução editada por Davi Padilha Bonela como parte do projeto Global Voices Lingua.