Sentence alignment for gv-ben-20090305-1848.xml (html) - gv-por-20090305-1991.xml (html)

#benpor
1পাকিস্তান: সন্ত্রাসীরা আঘাত করেছে ক্রিকেটকেPaquistão: Terror Atinge o Críquete!
2আজ (৩রা মার্চ) সকালে ১২ জনের মত বন্দুকধারী লাহোরে শ্রীলংকার ক্রিকেটদলের উপর আক্রমণ করে যারা পাকিস্তান ক্রিকেট দলের সাথে খেলার জন্যে স্টেডিয়ামে যাচ্ছিল।Hoje [03/03] pela manhã uma dúzia de pistoleiros atacou o time de críquete do Sri Lanka [en] antes de uma partida contra o time do Paquistão, em Lahore.
3এই রক্তক্ষয়ী আক্রমণে পাঁচজন পুলিশ সহ মোট ৭ জন নিহত হয়েছে এবং আহতদের মধ্যে ছয়জন শ্রীলংকান খেলোয়াড়ও রয়েছেন।Esta matança sangrenta deixou mortas sete pessoas, incluindo cinco policiais, e seis jogadores cingaleses dentre os feridos.
4সন্ত্রাসীরা হাত বোমা, রকেট লঞ্চার, রাইফেল ইত্যাদি আধুনিক অস্ত্রে সুসজ্জিত ছিল। ভাগ্যক্রমে শ্রীলংকান কোন খেলোয়াড় নিহত হননি এবং (এখন) তারা নিজেদের দেশে ফেরার পথে আছে।Os terroristas estavam munidos com as mais modernas armas, incluindo granadas de mão, lança-granadas-foguete, rifles, etc. Por sorte não houve perdas entre os jogadores cingaleses e eles estão no caminho de volta para seu país.
5আমি যখন ঐ গুলির প্রচন্ড আওয়াজ শুনি তখন ছিলাম শ্রেণীকক্ষে।Estava em aula quando ouvimos as estrondosas pancadas dos tiros.
6আমরা কৌতূহলী হয়ে উঠি এবং আসলে কি ঘটেছে সে বিষয়ে নানান জল্পনা কল্পনা শুরু করে দেই এবং আমাদের এক বন্ধু একটি কৌতুকও করে বসে।Ficamos curiosos e começamos a fazer especulações sobre o que poderia estar ocorrendo e um de meus amigos até mesmo contou uma piada enquanto continuávamos nossas atividades.
7কিন্তু আমি ধারণা করছিলাম অবশ্যই কিছু একটা ঘটেছে এবং ভয়ংকর কিছু হয়েছে।Mas continuava com a sensação de que algo estava de fato errado e de que algo terrível estava acontecendo.
8মাত্র পাঁচ মিনিট পরে আমি এক বন্ধুর কাছ থেকে একটা এসএমএস পাই এবং আক্রমণের বিষয়টি বিষয়টি অবহিত হই।Depois de apenas cinco minutos, recebi um SMS de um amigo e vim a saber sobre o ataque.
9আমাদের শিক্ষক সহ সকলেই বেশ তটস্থ হয়ে ওঠেন এবং তিনি আমাদের চলে যাওয়ার অনুমতি প্রদানে সদয় হন।Todos, incluindo nosso professor, ficamos assustados e ele foi generoso em nos liberar da aula.
10আমার বিশ্ববিদ্যালয়টি লিবার্টি চক, আক্রমণ স্থানের সন্নিকটে অবস্থিত।Minha universidade fica bem perto do local onde se deu o ataque, o Liberty Chowk.
11আমরা ততক্ষণে বিশ্ববিদ্যালয়ের বাইরে রাস্তায় জানজট এবং ভীতসন্ত্রস্থ অবস্থা প্রত্যক্ষ করছিলাম।Já podíamos ver o engarrafamento no trânsito e uma situação de pânico na rua do lado de fora da universidade.
12এই আক্রমণে ব্যাপক প্রাণহানী হয়েছে এই রকম নানা গুজব চারদিক দিকে আসছিল, কেউ কেউ বলছিল শ্রীলংকানরাও তার মধ্যে রয়েছে।Chegavam rumores de todos os cantos de que teria havido um grande número de vítimas nesse ataque, alguns disseram que cingaleses estavam também entre elas.
13আমি দ্রুত ইন্টারনেট ল্যাবে দৌড়ে যাই আসলে কি ঘটেছে সে সম্পর্কে টিভির সরাসরি খবর দেখার আশায়।Imediatamente, corri para o laboratório de Internet com a esperança de assistir na TV, ao vivo, tomadas de cena sobre o que realmente teria ocorrido.
14সামা টিভি আক্রমণের ভিডিও ফুটেজ সম্প্রচার করছিল এবং সন্ত্রাসী এবং পুলিশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ দেখে আমি খুবই ব্যথিত হই।Fiquei chocado ao ver a luta sangrenta entre os terroristas e a Polícia, à medida que a TV SAMAA colocava no ar sequências do ataque.
15শ্রীলংকানরা নিরাপদে আছে জেনে আমি ভার মুক্ত হই এবং স্থানীয় পুলিশদের প্রাণহানীর খবরে খুব কষ্ট পাই।Fiquei aliviado em saber que os cingaleses estão seguros, mas ao mesmo tempo, fiquei triste em ouvir sobre as baixas entre os policiais locais.
16আমার ব্যক্তিগত অভিজ্ঞতার বিস্তারিত শুনতে অনুগ্রহ করে চলে যান আমার নিজস্ব ব্লগ এ।Para maiores detalhes sobre meus relatos pessoais, favor acessar o meu blogue. [en]
17আলজাজিরা ইংরেজী ইউটিউবে আক্রমনের নিচের ভিডিও ফুটেজটি আপলোড করেছে:A AlJazeeraEnglish colocou [en] o seguinte vídeo no YouTube, incluindo cenas do ataque:
18নাঈম সিধু নিচের কথাগুলো বলে চমক দিয়েছেন:Naeem Sidhu dá a notícia de primeira mão [en] com as seguintes palavras:
19মঙ্গলবার সকালে আমাদের সম্মানিত শ্রীলংকার ক্রিকেটাররা লাহোরে আক্রমণের শিকার হয়েছেন, যা পুরো জাতিকে লজ্জায় এবং কষ্টের মধ্যে ফেলে দিয়েছে এবং আমরা অবিশ্বাসে স্তম্ভিত হয়ে গেছি।Na manhã de terça-feira nossos reverenciados amigos do críquete, do Sri Lanka, foram atacados em Lahore, deixando a nação toda constrangida, chocada e descrente.
20কলম্বো সরকারের অনুমোদনক্রমে শ্রীলংকা দল নিরাপত্তা ভীতি থাকা সত্ত্বেও পাকিস্তানে খেলতে রাজী হয়েছিল এবং তারা সাহসিকতার সাথে অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশের উপদেশকে চ্যালেঞ্জ করেছিল।Com o aval do Governo de Colombo, o time do Sri Lanka havia decidido fazer um passeio turístico pelo Paquistão, apesar dos temores com a segurança, e desafiou, corajosamente, os conselhos dados por outras nações do críquete.
21শ্রীলংকার এই আগমনের বিপক্ষে জোড়ালো কণ্ঠস্বর ছিল ভারতের।A Índia foi a mais explícita em opinar contra o passeio pelo time da Sri Lanka.
22নিরাপত্তা জনিত দুর্বলতার কারনে সংঘটিত মঙ্গলবারের গোলাগুলি তাদের সেইসব বক্তব্য আরও স্বীকৃত হলো এবং আগামী অনেক বছরের জন্য পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের দরজা বন্ধ হবার মত ফলাফল নিয়ে এসেছে। এই খেলাটির জন্যে এটি ইতিহাসে সবচেয়ে নেক্কারজনক এক ঘটনা।Devido a nosso lapso na segurança, os disparos de terça-feira justificaram com mais intensidade a sua posição e resultaram no fechamento das portas para o Críquete Internacional no Paquistão por muitos anos a frente - o pior atraso para o esporte em sua história.
23ইয়াসির ইমরান বর্তমান সরকারকে জেগে ওঠার চেষ্টা করতে বলে বলেছেন:Yasir Imran tenta acordar [ur] o atual governo com as seguintes palavras:
24“এটা অবশ্যই একটি চরম হৃদয়বিদারক ঘটনা, যা কিনা পাকিস্তান ক্রিকেটের জন্য শংকাজনক প্রমানিত হতে পারে।Este é um incidente extremamente triste que pode vir a ser bem ruim para o críquete paquistanês.
25কিন্তু এই বিপদে বর্তমান সরকারের মনযোগ খবুই কম।Mas uma possível atenção por parte do atual governo pode diminuir este perigo.
26পাকিস্তান পিপলস পার্টিকে অবশ্যই তাদের নিজের সুবিধার চিন্তা হতে উর্ধ্বে ওঠা উচিৎ, কিছু সময় রাষ্ট্রের জন্য ব্যয় করা উচিৎ কারন ভূট্টোর নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় পিপলস পার্টির কোন সরকারই রাষ্ট্রের জন্য সুবিধাজনক প্রমাণিত হয়নি।O Pakistan Peoples Party [Partido dos Povos do Paquistão] deveria raciocinar para além do benefício próprio e dispender algum tempo em prol da nação, pois após as rédeas curtas do Governo de Bhutto nenhum dos governos a cargo do Peoples Party [Partido dos Povos] foi considerado satisfatório para o país.
27তাদের সকল সরাকারের সময়ই মূল্যস্ফীতি এবং দুর্নীতি বৃদ্ধি পেয়েছে।”Em todos os seus mandatos, a inflação e a corrupção só aumentaram.
28পাকিস্তানি হাউজওয়াইভস ব্লগ হতাশা প্রকাশ করেছে:O blogue Pakistani Housewife [Dona de Casa Paquistanesa] dá voz a [en] sua frustração:
29আমাদের বসবাসের এই পৃথিবীতে কি হচ্ছে?O que aconteceu com o mundo em que vivemos?
30এইসব উন্মত্ততার কি কোন শেষ নেই?Há um ponto final para esta loucura?
31সারাবিশ্বের অবস্থাই প্রায় এক রকম এবং বিশেষত পাকিস্তানে এটা দিনে দিনে চরমভাবে খারাপ হচ্ছে।A situação no mundo em geral e no Paquistão em particular está se tornando pior a cada dia que passa.
32এগুলো সেই সব পথ যেখানে আমরা হাঁটি, সেই সব রাস্তা যেখানে আমরা বাচ্চাকাচ্চা নিয়ে গাড়ী চালাই কিন্তু কোনকিছুই একই রকম মনে হয়না।Estas são as ruas nas quais caminhamos, as estradas nas quais circulamos com nossas crianças, mas nada parace ser o mesmo.
33আমি মনে করি এই সন্ত্রাসী আক্রমন কিছু লোকের প্রাণ নিয়েছে কিন্তু ভীত সন্ত্রস্ত করেছে আমাদের শত শত, হাজার হাজার বিবেবকে।Acredito que se esses ataques terroristas matam umas poucas pessoas, por outro lado aterrorizam as mentes de centenas, de milhares dentre nós.
34তারা আমাদের বিমুঢ় করে দেয়, বাঁচার ইচ্ছে নষ্ট করে ফেলে এবং আমাদের জীবন থেকে হারিয়ে যায় সুন্দর ভবিষ্যদের স্বপ্ন, এইসব ভয়াবহ সময়ে।Eles nos paralisam, nos tiram o desejo de viver, e a esperança por um futuro feliz está faltando em nossas vidas, nestes tempos terríveis.
35টিথ মায়েস্ট্রো বলে:Teeth Maestro diz: [en]
36এটা সুনিশ্চিত যে এই মর্মান্তি ঘটনা পাকিস্তানে কিছুসময় ক্রিকেট বন্ধ হয়ে যাবার নির্দেশ করে, ভারতের সাথে দোষ চাপানোর খেলা ইতিমধ্যে ভীতিকর পরিস্তিতির সম্মুখীন। জিও টিভির কামরান খানের মত বিশ্লেষক এবং হামিদ গুল ইতিমধ্যে ভারতের দিকে আঙ্গুল নির্দেশও করে ফেলেছে।É certo, agora, que este evento trágico marca o fim para o críquete no Paquistão por algum tempo, a disputa por “quem tem a culpa” com a Índia já está chegando a um ponto de frenesi, analistas como Kamran Khan on Geo e Hamid Gul já apontaram seus dedos para a Índia.
37অবশ্যই খেয়াল করতে হবে যে এই আক্রমণ অনেকটাই মুম্বাই আক্রমনের সাথে সামাঞ্জস্যপূর্ণ কিন্তু যুক্তিপূর্ণভাবে বুঝতে হবে যে এটা খুব ভালভাবেই ভারত আর পাকিস্তানের মধ্যে একটা বাক যুদ্ধের সূচণা করবে।Há que se notar que o ataque parece enganosamente semelhante demais ao ataque em Mumbai, mas logicamente tem-se que compreender que possa muito bem ser uma cobertura para instigar uma guerra de palavras entre a Índia e o Paquistão.
38আমাদের রাজনীতিবীদ, গোয়েন্দা বাহিনী, এবং মিডিয়া রক্ত পিপাসায় ছিল ভারতকে মুম্বাই ঘটনার জন্য একটা মোক্ষম জবাব ফিরিয়ে দেয়ার সুযোগের এবং লাহোরের আজকের ঘটনা তাদের সেই সুযোগ এনে দিতে পারে।Nossos políticos, agências de inteligência e a mídia estavam sedentos por sangue, a procura de uma desculpa para protestar contra a Índia pela agressão em Mumbai, e os eventos de hoje em Lahore talvez lhes forneçam tal oportunidade.
39ক্রিকেটইনফোতে কামরান আব্বাসী বলেন:Kamran Abbasi no cricinfo [en] resume:
40এই দুর্ঘটনার সবচেয়ে খারাপ ফল হলো যারা পাকিস্তানে আর্ন্তজাতিক ক্রিকেট খেলা নিয়মিত অনুষ্ঠানের পক্ষে ওকালতি করেছে- আমি সহ- তারা ভুল প্রমানিত হয়েছে।A menor das consequências desse desastre é que aqueles que defendem a continuação do críquete internacional no Paquistão - incluindo eu mesmo - tem sido obrigado a ver seu erro.
41কোন আন্তর্জাতিক দল পাকিস্তানে আসবেনা, এবং পাকিস্তানী ক্রিকেট বোর্ড এর স্বপ্রণোদিত হয়ে উচিৎ ভবিষ্যতের সকল খেলাগুলো নিরপেক্ষ স্থানে সংঘটনের ব্যবস্থা করা, আগামী বছরের জন্য কিংবা আরও বেশী সময়ের জন্য।Nenhum time internacional irá visitar o Paquistão agora, e o Pakistan Cricket Board [Comissão de Críquete do Paquistão] deveria, voluntariamente, organizar todos os circuitos futuros em locais neutros para o próximo ano, possivelmente por um tempo mais longo.
42পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এটা সবচেয়ে কালো দিন এবং এটা সংঘটিত হয়েছে লাহোরের উল্লাসময় বসতি এলাকায়, যা কিনা একদা ছিল বাগান আর শান্তির এক মহান শহর।Este é o dia mais tenebroso da história do críquete paquistanês e aconteceu num subúrbio agradável de Lahore, que já foi uma ótima cidade, conhecida por seus jardins e tranquilidade.