# | ben | por |
---|
1 | লেবানন: এগারো জন মন্ত্রীর পদত্যাগ, সরকারের পতন | Líbano: Onze Membros do Gabinete Renunciam, Derrubando Governo |
2 | এক বছর আগে, রফিক হারিরির পঞ্চম মৃত্যুবার্ষিকীতে লেবাননে অনুষ্ঠিত এক শোভাযাত্রা। | Um ano atrás, uma manifestação no quinto aniversário da morte de Rafik Hariri no Líbeno. |
3 | ছবি ডিন শার্পের। © ডেমোটিক্স-এর (১৪/০২/১০) | Foto de Deen Sharp © Demotix (14/02/10) |
4 | আজ সন্ধ্যায় আরব বিশ্ব থেকে আরো বড় খবর এসেছে। লেবাননের মন্ত্রীসভার ১১ জন সদস্য আজ পদত্যাগ করেছে। | Mais grandes notícias do mundo árabe esta tarde enquanto o governo do Líbano já teria desmoronado, na sequência da demissão de 11 membros do gabinete. |
5 | এর মধ্য দিয়ে লেবানন সরকারের পতন ঘটেছে। | |
6 | মন্ত্রীসভার সদস্য, সকল সদস্য অথবা হিজবুল্লার সহযোগিরা, লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতিসংঘ তদন্ত কমিটির প্রদান করা অনুসন্ধানের উপর উত্তপ্ত আলোচনার পর পদত্যাগ করে। | |
7 | আল জাজিরা এই সংবাদ প্রকাশ করেছে। ব্লগার আর টুইটার ব্যবহারকারীরা সংবাদটি লুফে নেয়, তারা ঘোষণা দেয়, লেবাননের ভেতরে কেবল প্রথম এই সংবাদ প্রকাশিত হওয়ার পর, টুইটারে তা প্রথম প্রকাশ হয়েছে। | Os membros do gabinete, todos os membros ou aliados do Hezbollah, demitiram-se por argumentos decorrentes de uma investigação da ONU sobre o assassinato do ex-primeiro-ministro libanês Rafik Hariri, informou [en] a Al Jazeera. |
8 | আল জাজিরার প্রতিবেদক দিমা খাতিব(@দিমা_খাতিব) বৈরুত সময় সন্ধ্যা ৬ টায় টুইট করেন: আনুষ্ঠানিকভাবে লেবানন সরকারের পতন ঘটেছে। | Blogueiros e usuários do Twitter se inteiraram da notícia rapidamente, e logo começaram a divulgá-la assim que surgiam no Líbano. |
9 | তার দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, এদিকে প্রধানমন্ত্রী হারিরি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ওবামার সাথে দেখা করতে হোয়াইট হাউজে গেছেন, । | A correspondente da Al Jazeera Dima Khatib (@dima_khatib) tuitou por volta das 6 da tarde de Beirute: O governo libanês caiu oficialmente, perdeu o quorum legal, enquanto o Primeiro Ministro Hariri está na Casa Branca com Obama. |
10 | #লেবানন | #Líbano |
11 | ডিমার টুইটের সামান্য পরেই, চিকস গন টেক ব্লগের চান ভাটিয়া ব্লগ করে: | Logo após o tuíte de Dima, Chan Bhatia do Chicks Gone Tech blogou [en]: |
12 | [সর্বশেষ সংবাদটি সকাল ১১. ১৩ মিনিটে প্রকাশ হয়] [বিশেষ তথ্য: ইএসটি বা ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুসারে] বুধবার, স্বরাষ্ট্র মন্ত্রী আদনান সাইয়্যেদ হুসেইন তার পদত্যাগ পত্র পেশ করে, তারপরেই লেবাননের জোট সরকারের পতন ঘটে। | [Atualizado às 11:13 da manhã] [nota do editor: horário EST] O governo de unidade do Líbano entrou em colapso na quarta, depois do Ministro de Estado Adnan Sayyed Hussein entregar sua demissão, os 11 membros do gabinete fizeram o mesmo. |
13 | আদনানের পথ ধরে ১১ জন মন্ত্রী পদত্যাগ করে। লেবাননের টুইটারকারীরা তাদের চিন্তা এবং মতামত টুইটারে জানানোর ক্ষেত্রে খুব বেশি সময় নেয়নি। | Não demorou muito para os libaneses (muitos seguindo uns aos outros) começarem a compartilhar seus pensamentos e opiniões no Twitter. |
14 | @লেবানিজ ভয়েসেস তার দুটি টুইটে মন্তব্য করেছে: | @LebaneseVoices [Vozes Libanesas] comentou [en] em dois tuítes: |
15 | সরকার থাকা অথবা কোন সরকার না থাকা, আমাদের এখনো কোন অবকাঠামো নেই। #লেবানন | [Com] governo ou sem governo, nós ainda não temos infraestrutura #Líbano |
16 | সরকার থাকা অথবা কোন সরকার না থাকা, এখনো ইজরায়েলি বিমান নিয়মিত আমাদের আকাশ সীমা লঙ্ঘন করে যাচ্ছে। | [Com] governo ou sem governo, nós ainda sofremos repetidas violações de aviões israelenses em nossos céus. |
17 | #লেবানন | #Líbano |
18 | @এমিল_হোকাইয়েম পদত্যাগের ক্ষেত্রে তার উপলব্ধির বিষয়ে মন্তব্য করেছেন: | @Emile_Hokayem comentou [en] sobre a percepção das demissões: |
19 | যখন প্রধানমন্ত্রী হারিরি ওয়াশিংটন সফরে রয়েছেন, তখন বিরোধী দল থেকে নিয়োগ পাওয়া মন্ত্রী পদত্যাগ করল। | Ministros da oposição escolheram se demitir enquanto o Primeiro Ministro Hariri está em Washington. |
20 | প্রধানমন্ত্রীর অনুপস্থিতিকে ব্যবহার করে তিনি প্রমাণ করলেন যে, লেবাননের ঘটনায় তার কিছু যায় আসে না। | Usando sua ausência para dizer que ele não se importa com o Líbano. |
21 | টুইটারে কয়েকজন, যেমন@এলসাল৯২, লেবাননের সাম্প্রতিক ইতিহাসের প্রেক্ষাপটে আরো হতাশা পূর্ণ মনোভাব প্রকাশ করেছেন, তিনি টুইট করেছেন: | Alguns no Twitter, como @LSal92, tiveram uma abordagem mais cínica à luz da recente história libanesa, tuitando [en]: |
22 | কাজেই আবার আমরা সরকার হারা হলাম? | Então nós estmaos sem governo de novo? |
23 | এ আর নতুন কি? | O que há de novo? |
24 | #লেবানন। | #Líbano |