# | ben | por |
---|
1 | “ইন্টারনেট বিশ্বকাপ” শুরুর আগেই ব্রাজিলের পয়েন্ট অর্জনঃ সিনেটে মার্কো সিভিল বিল অনুমোদন | Marco Civil aprovado: Brasil marca gol na “Copa do Mundo da Internet” Atualização (23 de abril de 2014, 15:15 GMT): a Presidente Dilma sancionou o Marco Civil no NetMundial. |
2 | ব্রাজিলে অনুষ্ঠিত বৈশ্বিক ইন্টারনেট শাসন বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান শুরুর প্রাক্কালে ব্রাজিলের সিনেট নেটমুনডায়াল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অধিকার সংক্রান্ত একটি বিল পাস করেছে। | |
3 | বিলটি “মার্কো সিভিল” নামে পরিচিত। | O Marco Civil agora é lei no Brasil. |
4 | প্রেসিডেন্ট ডিলমা রুসেফের হাতে এখন বিলটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। | Transmissão ao vivo do evento: blog.planalto.gov.br |
5 | সিনেটে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি [পিটি] অনুযায়ী, কোন রকম সংশোধনী ছাড়াই বিলটি দ্রুত অনুমোদন দেওয়া হয়েছে। | Na véspera do evento sediado no Brasil que pretende discutir a governança global da Internet, o NETmundial, o Senado brasileiro aprovou o Marco Civil da Internet. O texto segue agora para a sanção da Presidente Dilma Rousseff. |
6 | “নেটমুনডিয়ালের সময়ে বিলটিকে আইন হিসেবে বিবেচনা করা হবে” এমন উদ্দেশ্যকে সামনে রেখে তড়িঘড়ি করে বিলটি পাস করা হয়েছে। সাও পাওলোতে আজ থেকে অর্থাৎ ২৩ এপ্রিল, ২০১৪ তারিখ থেকে আইনটি চালু হয়েছে। | De acordo com nota do próprio Senado, a aprovação rápida e sem emendas do projeto foi motivada pelo interesse em que “o projeto vire lei durante o seminário Netmundial”, que começa hoje, 23 de abril, em São Paulo. |
7 | গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসির সম্পাদক এলারি বিদ্দেল গত ২৫ মার্চ তারিখে আইনসভার নিম্ন কক্ষ কংগ্রেসে বিলটি অনুমোদনের পর লিখেছেন, “সাম্প্রতিক ইন্টারনেট নীতি পরিবেশের ওপর মার্কো সিভিল বিলটি একটি বৈপ্লবিক প্রভাব ফেলতে পারে”। | “O Marco Civil poderá ter um efeito revolucionário no atual contexto das políticas da internet”, escreveu a editora do Global Voices Advocacy, Ellery Biddle, logo após a aprovação do projeto de lei na Câmara dos Deputados, em 25 de março. |
8 | ইন্টারনেট নীতির সংজ্ঞা প্রদানের অগ্রদূত হিসেবে নেতৃত্ব দিতে গিয়ে ব্রাজিল একটি সংকটময় মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে। | O Brasil está atingindo uma posição crucial ao assumir de forma pioneira a liderança nas definições de políticas para a Internet. |
9 | ব্যবসা ক্ষেত্র অথবা সরকার বিরোধী হলেও, জনস্বার্থে পরিচালিত এই বিলটি তৈরি করতে এবং পর্যালোচনা করতে যে অংশগ্রহণ মূলক প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে, তাতে বৈশ্বিক বিবিধ স্বার্থের অংশীদারদের সভাতে বাড়তি আকর্ষণ যোগ হবে। ইন্টারনেট শাসনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। | O processo participativo que culminou com a criação e as discussões do projeto de lei - “movido pelo interesse público, em oposição aos interesses puramente empresariais ou governamentais” - certamente confere perspectiva ao já plural encontro global que discutirá o futuro da governança da Internet e que contará com a participação de representantes governamentais, legisladores e grupos da sociedade civil de todo o mundo entre os dias 23 e 24 de abril. |
10 | সভাটিতে সারা বিশ্ব থেকে আসা সরকারি প্রতিনিধিগণ, নীতি নির্ধারকগণ এবং বিভিন্ন নাগরিক সমাজ এক সাথে বসবেন। সভাটি ২৩-২৪ এপ্রিল তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। | A advogada e escritora venezuelana Marianne Diaz (@mariannedh), que está em São Paulo para cobrir o evento, descreve o NETmundial como “a Copa do Mundo da Internet” em artigo para o Advox.org. |
11 | ভেনেজুয়েলান আইনজীবি এবং লেখক মারিয়ানে ডায়াজ (@মারিয়ানেধ) এ্যাডভক্স ডট ওআরজি'র জন্য তাঁর লেখা একটি কলামে তিনি নেটমুনডিয়ালকে “ইন্টারনেট বিশ্বকাপ” হিসেবে আখ্যায়িত করেছেন। | |
12 | এই ঘটনা সম্পর্কে খবর সংগ্রহ করার জন্য এখন তিনি সাও পাওলোতে অবস্থান করছেন। | |
13 | খেলাটি মাত্র শুরু হয়েছে। | Os jogos acabam de começar. |
14 | নেটমুনডিয়াল ২৩ টি দেশে ৩৩ টি প্রত্যন্ত অংশগ্রহণ হাবের উপর নির্ভর করছে। নেটমুনডিয়াল ডট বিআর ওয়েবসাইট থেকে এটি সরাসরি বিরতিহীনভাবে সম্প্রচার করা হবে। | O NETmundial conta com a participação remota [en] de 33 centros em 23 países e será transmitido ao vivo através da página NETmundial.br. |
15 | টুইটারে @নেটমুনডিয়াল২০১৪ এবং এ সম্পর্কে হালনাগাদ খবর জানতে #নেটমুনডিয়াল২০১৪ হ্যাশট্যাগটি অনুসরণ করুন। | Siga o @NETmundial2014 no Twitter e o hashtag #NETmundial2014 para atualizações. |