# | ben | por |
---|
1 | রাইজিং ভয়েসেস ব্লগ আউটরিচ এর জন্যে প্রকল্প প্রস্তাব আহ্বান করছে | Rising Voices procura propostas de mídia comunitária a serem financiadas |
2 | দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখঃ নভেম্বর ৩০, ২০০৭ | Encerramente das inscrições: 30 de novembro de 2007 |
3 | গ্লোবাল ভয়েসেসের আউটরিচ (ব্লগ প্রসার) শাখা রাইজিং ভয়েসেস তাদের দ্বিতীয় রাউন্ডের ৫০০০ ইউএস ডলার পর্যন্ত মাইক্রোগ্রান্ট (ক্ষুদ্র অনুদান) সহায়তার জন্যে প্রকল্প প্রস্তাব জমা নিচ্ছে। | Rising Voices [en], o braço de projetos comunitários do Global Voices, está aceitando propostas para a segunda rodada de micro-financiamentos, de até US$ 5.000,00, para iniciativas de mídia cidadã. |
4 | এই অনুদান অগ্রাধিকার ভিত্তিতে মূলত: নাগরিক মিডিয়া প্রসারের প্রকল্পগুলোর জন্য। | |
5 | আদর্শ প্রার্থীরা বিস্তারিত আর উদ্ভাবনমূলক প্রস্তাব দেবেন যেখানে তারা সুবিধাবন্চিত জনগনকে নাগরিক মিডিয়ার কলাকৌশল আর ব্লগিং, ভিডিও ব্লগিং পডকাস্টিং ইত্যাদি নতুন মিডিয়া টুল সম্পর্কে জানাবে ও শিক্ষা দেবে এবং তাদের কাছে এই প্রযুক্তিগুলো সহজলভ্য করবে যাতে তারা অন্য সবার মত নিজেদের প্রকাশ করতে পারে বিশ্বের কাছে। | Os candidatos devem apresentar propostas detalhadas de projetos inovadores que ensinem técnicas de mídia cidadã a comunidades que estão em posição de desvantagem na hora de descobrirem por conta própria e aproveitarem ferramentas como blogues, vídeo-blogues e podcasting. |
6 | গত জুলাইতে আমরা ৬০টা দেশ থেকে যে ১৪২টি দরখাস্ত পেয়েছিলাম এবং তার থেকে ৫টি প্রকল্পকে অনুদান দেয়া হয়েছিল। | |
7 | এই প্রকল্পগুলো বাংলাদেশ, কলম্বিয়া, বলিভিয়া, ভারত আর সিয়েরা লিওনে অবস্থিত। | Em julho nós patrocinamos cinco projetos entre 142 candidatos provenientes de 60 países diferentes. |
8 | তাদের আবেদনপত্র আপনারা রাইজিং ভয়েস উইকি এর সাইডবারের “গ্রান্টীস” উপশিরোনামের নীচের যথাযত লিংকে ক্লিক করে দেখতে পাবেন। | Os cinco primeiros projetos financiados pelo Rising Voices são baseados em Bangladesh, Colômbia, Bolívia, Índia e Serra Leoa. |
9 | রাইজিং ভয়েসেস চেষ্টা করে নতুন নতুন কমিউনিটি (গোস্ঠী) আর নতুন ভাষাভাষীদের মধ্যে থেকে নতুন নতুন কন্ঠকে কথোপকথনের ওয়েবে নিয়ে আসতে। | Você pode ver os projetos que eles inscreveram clicando no link relevante abaixo da seção “Grantees” na ala lateral do wiki do Rising Voices [en]. |
10 | এই কাজের জন্য তারা উপেক্ষিত স্থানীয় গোষ্ঠীরদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া দলগুলোকে আর্থিক সাহায্য করে থাকে। সম্ভাব্য প্রকল্পগুলো হতে পারে এমনঃ | O Rising Voices tem como objetivo trazer novas vozes de novas comunidades e falar novos idiomas na conversação da internet, fornecendo as devidas ferramentas e financiado grupos locais que estejam atingindo comunidades excluídas. |
11 | - একদল গ্রাফিটি (দেয়ালচিত্র) শিল্পীকে বাড়ির দেয়াল বাদ দিয়ে তাদের প্রকাশের মাধ্যম হিসেবে ব্লগ, পডকাস্ট আর অনলাইন ভিডিও ব্যবহার করার জন্য প্রশিক্ষন ও সহায়তা প্রদান। | Dentre os exemplos de projetos em potencial, estão: Essa segunda rodada de financiamentos é diferente da primeira em um aspecto. |
12 | - প্রকল্প প্রস্তাবদাতা গোষ্ঠীরা স্থানীয় কোন এনজিও এর সাথে যোগাযোগ করে তাদের লোকদেরকে এবং স্থানীয় জনগনকে ব্লগিং আর ভিডিও আপলোডিং এর ট্রেনিং দিতে পারে যাতে সেই এনজিও এবং ওই সমাজের উন্নয়নমূলক কাজগুলো লিপিবদ্ধ হয় ও সবাই সে সম্পর্কে বিস্তারিত জানতে পারে। | Você tem a opção de submeter o pedido de financiamento por e-mail da mesma forma que da outra vez, ou você pode publicar sua proposta no nosso wiki, aberto ao público, e receber feedback quanto a maneiras de melhorar o projeto. |
13 | - একই গোষ্ঠীর দুই দলের মধ্যে ১০ ইউ এস ডলার দামের ডিজিটাল ক্যামেরা বিতরন করে একটি ফ্লিকার গ্রুপ তৈরি করা যেখানে তারা তাদের শহরের বিভিন্ন অংশের তোলা ছবি নিয়ে তাদের বিশ্লেষন সম্পর্কে বিতর্কে জড়াতে পারে। | Propostas abertas ao público podem ser publicadas no wiki a qualquer momento, e podem ser modificadas o quanto os autores queiram, mas as candidaturas devem ser finalizadas dentro do prazo, que é 30 de novembro. |
14 | - তরুনদের দলের মধ্যে এমপি৩ রেকর্ডার বিলি করা যাতে তারা বয়স্কদের কাছ থেকে সেই মতামত রেকর্ড করতে পারে যে তাদের সমাজ কি করে পাল্টাচ্ছে এবং ব্লগের মাধ্যমে তা প্রচার করতে পারে। | Os financiamentos para os projetos comunitários do Rising Voices vão de US$ 1.000,00 a US$ 5.000,00. Seja o mais atencioso, específico e realista possível ao traçar o seu orçamento. |
15 | প্রথমবার থেকে দ্বিতীয়বারের আর্থিক অনুদান পদ্ধতি একটু আলাদা। | Projetos bem-sucedidos serão destacados no Global Voices. |
16 | আগের মতো ইমেইলে দরখাস্ত জমা দেয়া যাবে তবে এবার উইকিতে তা উন্মুক্তভাবে প্রকাশও করা যাবে। | Para aprender como se inscrever usando o wiki, você pode assistir ao vídeo explicativo abaixo ou ler a página de instruções no wiki. |
17 | সুখবর হচ্ছে যে এখানে ফিডব্যাকের সুবিধা রয়েছে যা থেকে জানতে পারবেন যে কি করে এই প্রস্তাব আরো অনুদানের উপযোগী করা যায়। এই ধরনের প্রস্তাব যে কোন সময় প্রকাশ করা যাবে উইকিতে আর যে কোন সময় দরকার মতো ঠিক করা যাবে। | Se você preferir enviar a sua proposta de forma privada por e-mail, é possível fazê-lo baixando o formulário e enviando-o por e-mail para outreach@globalvoicesonline.org até 30 de novembro. |
18 | অবশ্য সব দরখাস্ত নভেম্বর ৩০ এর সময়সীমার মধ্যে চুড়ান্ত করতে হবে। | Propostas após essa data não serão aceitas. |
19 | রাইজিং ভয়েসেস এর আউটরিচ অনুদান ইউ এস ডলার ১০০০ থেকে ৫০০০ এর মধ্যে থাকবে। | Baixar formulário de inscrição em formato . DOC Baixar formulário de inscrição em formato . |
20 | দয়া করে চিন্তা করে, বাস্তবসম্মভাবে আর পুঙ্খানুপুঙ্খভাবে বাজেট ঠিক করবেন। | RTF (Texto original de David Sasaki) |
21 | সফল প্রকল্পগুলো গ্লোবাল ভয়েসেসে বিশ্বব্যাপী শ্রোতা-পাঠকদের কাছে গুরুত্ব সহকারে প্রচারিত হবে। উইকি ব্যবহার করা জানতে নীচের স্ক্রিনঙ্কাস্ট দেখতে পারেন বা উইকির নির্দেশিকাও দেখতে পারেন। | Esta tradução foi feita por um dos voluntários da equipe de tradução do Global Voices em Português, com o objetivo de divulgar diferentes vozes, diferentes pontos de vista. |
22 | ইমেইলে দরখাস্ত জমা দিতে চাইলে ফর্মটি ডাউনলোড করে ৩০ নভেম্বরের মধ্যে outreach@globalvoicesonline.org এই ঠিকানায় পাঠান। দেরীতে পাওয়া দরখাস্ত বিবেচনা করা হবে না। | Se você quiser ser um voluntário traduzindo textos para o GV em Português, clique aqui. |
23 | আবেদনপত্র ডাউনলোড করুন (.doc format) আবেদনপত্র ডাউনলোড করুন (.pdf format) | Se quiser participar traduzindo textos para outras línguas, clique aqui. |