Sentence alignment for gv-ben-20140326-42357.xml (html) - gv-por-20140325-51289.xml (html)

#benpor
1স্থানীয় কনটেন্ট প্রদর্শক হিসেবে ফ্লিপবোর্ডে যুক্ত হচ্ছে গ্লোবাল ভয়েসেসFlipboard adiciona Global Voices à lista de conteúdo
2ফ্লিপবোর্ডের ইতালিয়ান ব্যবহারকারীরা সুপারিশ ফিড সংবাদ বিভাগে স্পষ্টরূপে তালিকাভুক্ত গ্লোবাল ভয়েসেস পাবেন।Os usuários do Flipboard em italiano irão encontrar o Global Voices em destaque na seção de notícias e de feeds recomendados.
3এই মাস থেকে শুরু করে, ট্যাবলেট এবং স্মার্ট ফোনে ফ্লিপবোর্ড নামের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন এমন ​​লাখ লাখ মানুষের কাছে গ্লোবাল ভয়েসেসের (বিভিন্ন ভাষায়) কথা সুপারিশ করা হবে। এটি করা হবে তাঁদের একটি “ম্যাগাজিনের” অভিজ্ঞতা তৈরি করতে, যেটি তাদের প্রিয় মিডিয়া এবং সামাজিক মিডিয়া কন্টেন্টগুলোকে এক জায়গায় সম্মিলন ঘটাবে।A partir deste mês, o Global Voices (em diferentes línguas) será recomendado para milhões de pessoas que usam o aplicativo Flipboard em tablets e smartphones para terem a experiência de estarem lendo uma “revista” que combina os conteúdos preferidos de mídias e redes sociais do próprio usuário em um só lugar.
4উদাহরণস্বরূপ, ইতালিয় ব্যবহারকারীদের কাছে ইতালিয়ান গ্লোবাল ভয়েসেস ব্যবহারের পরামর্শ থাকবে এবং ব্রাজিলের ফ্লিপবোর্ড ব্যবহারকারীদের কাছে গ্লোবাল ভয়েসেস পর্তুগিজ ব্যবহারের পরামর্শ থাকবে।Por exemplo, os usuários do Flipboard na Itália terão o Global Voices em italiano [it] como sugestão, mas já os usuários do Flipboard no Brasil receberão a recomendação do Global Voices em português.
5পত্রিকা বিন্যাসে গ্লোবাল ভয়েসেসের মাধ্যমে ব্রাউজ কেমন দেখায় তা আপনি এখানে দেখতে পারবেন।Você pode conferir como é navegar nas páginas do Global Voices em formato de revista aqui.
6ফ্লিপবোর্ড বলছে, প্রাথমিকভাবে গ্লোবাল ভয়েসেস জাপান, হংকং, তাইওয়ান, ফ্রান্স, স্পেন, ব্রাজিল, ইতালি, রাশিয়া এবং আরব দেশের ব্যবহারকারীদের জন্য এই কন্টেন্ট গাইড যুক্ত করবে।O Flipboard disse que o Global Voices será inicialmente incluído em guias de conteúdo para usuários no Japão, Hong Kong, Taiwan, França, Espanha, Brasil, Itália, Rússia e países árabes.
7গ্লোবাল ভয়েসেস পৃথিবী জুড়ে বর্তমানে ৩০ টিরও বেশি ভাষায় পাওয়া যাচ্ছে।
8এর জন্য আমাদের অসাধারণ স্বেচ্ছাসেবক সম্পাদক এবং আমাদের লিঙ্গুয়া প্রকল্পের অনুবাদকদের ধন্যবাদ।Atualmente, o Global Voices está disponível em mais de 30 línguas diferentes, graças aos incríveis editores e tradutores de nosso projeto Língua.
9আমরা একসঙ্গে সারা বিশ্ব থেকে স্থানীয় নাগরিক মিডিয়া এবং গল্পগুলোকে একটি সত্যিকারের আন্তর্জাতিক পাঠক বর্গের কাছে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছি। আমাদের সাথে যোগ দিন!Juntos, trabalhamos com o objetivo de fazer com que a mídia cidadã local e histórias de todo o mundo cheguem à uma audiência verdadeiramente global.