# | ben | por |
---|
1 | প্যালেস্টাইন: প্রত্যক্ষদর্শীদের প্রদান করা বিল'ইন -এর প্রতিবাদ সমাবেশে কাঁদানে গ্যাস ছোঁড়ার সংবাদ | Palestina: Testemunha Relata Gás Lacrimogêneo em Manifestação em Bil'in |
2 | ৩১, ডিসেম্বর, ২০১০ তারিখে গাজার পশ্চিম তীর এলাকার বিল'ইন নামক গ্রামের ফিলিস্তিনি নারী জোয়াহার আবু রাহমা নিহত হন। | Uma mulher palestina, Jawaher Abu Rahma, morreu na vila de Bil'in, na Cisjordânia, em 31 de dezembro de 2010. |
3 | ৩৬ বছর বয়স্ক এই নারী এক প্রতিবাদ বিক্ষোভে অংশ নেবার সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের আঘাতে মারা যান। | A morte da ativista de 36 anos de idade foi causada pela inalação de gás lacrimogêneo jogado pelas Forças de Defesa de Israel (IDF, na sigla em inglês). |
4 | ইজরায়েল সব সময় দাবি করে আসছে যে কাঁদানে গ্যাসের কারণে আবু রাহামার মৃত্যু ঘটেনি, যদিও টুইটারকারী ব্যক্তিদের টুইট থেকে প্রতক্ষ্যদর্শীরা দৃঢ়ভাবে বলছে যে প্রচণ্ড কাঁদানে গ্যাসের কারণেই তার মৃত্যু ঘটে। | Bilin é uma vila situada diretamente sobre a linha do muro de segurança israelense. Israel alegou posteriormente que o gás não causou a morte da ativista, ainda que tuítes [en] de testemunhas oculares corroborem [a tese] do amplo uso do gás. |
5 | ৫ জানুয়ারী, ২০১০ তারিখে এক প্রবন্ধ যা জেরুজালেম পোস্টে ছাপা হয়, তাতে এই দাবির প্রতি সমর্থন প্রকাশ করা হয় যে, রাহমা কাঁদানে গ্যাসের কারণে মারা গেছে। | O [jornal] The Jerusalem Post publicou depois um artigo, em 5 de janeiro [en], defendendo a alegação de que Abu Rahma foi morta por [inalação de] gás lacrimogêneo. |
6 | ৭ জানুয়ারী, ২০১১ তারিখে ফিলিস্তিনি নারীরা আবু রাহমার স্মরণে সারারাত ধরে প্রার্থনা করে। | Em 7 de janeiro de 2011, mulheres palestinas se reuniram em Bilin para uma vigília em memória de Abu Rahma. |
7 | ইজরায়েলের কয়েকজন নেসেট বা সংসদ সদস্য, প্রতিবাদকারী এবং আন্তর্জাতিক প্রচার মাধ্যমের লোকজন তাদের সাথে যোগ দেয়। | A elas se uniram membros do Knesset (parlamento) israelense, manifestantes israelenses e a mídia internacional. |
8 | বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী বিক্ষোভ প্রতিবাদের তাজা সংবাদ প্রদান করতে থাকে। | Vários usuários do Twitter presentes à manifestação postaram atualizações freqüentes sobre o evento. |
9 | জেসিকা ডেভানেই যুক্তরাষ্ট্রের এক নাগরিক। তিনি শুরু থেকে প্রতিবাদের বিষয়টি খেয়াল করেছেন: | Jessica Devaney, uma americana, seguiu a manifestação desde o início [en]: |
10 | বিল'ইন-এ, অবস্থিত জোয়াহারার বাসায় নারীরা সারারাত প্রার্থনা করেছে। | Vigília de mulheres na casa da família de Jawaher em Bilin. |
11 | সেখানে প্রায় ৭০-৮০ জন ফিলিস্তিনি নারী এবং বিভিন্ন দেশের কয়েকজন নাগরিক উপস্থিত ছিল। | Cerca de 70-80 palestinas e alguns estrangeiros presentes |
12 | তিনি আরো জানাচ্ছেন: | Ela continuou [en]: |
13 | সবাই বেড়ার ধারে এসে স্লোগান দিচ্ছে। | As pessoas se reuniram na cerca cantando. |
14 | কাঁদানে গ্যাস ছোড়ার যন্ত্র হাতে সামরিক বাহিনীর লোকেরা দাঁড়িয়ে।http://yfrog.com/h6fjrjtj | O exército se aproxima [com] bombas de gás lacrimogêneo nas mãos http://yfrog.com/h6fjrjtj |
15 | কাঁদানে গ্যাসের ব্যবহার ব্যক্তিগভাবে তার উপর প্রভাব বিস্তার করে, কিন্তু একই সাথে প্রতিবাদকারীদের মাঝে ছড়িয়ে পড়ে: | O uso de gás lacrimogêneo a afetou pessoalmente [en], mas também atingiu [en] os demais manifestantes: |
16 | এই প্রথম এই রকম বাজে কিছু আমার উপর ছিটিয়ে দেওয়া হল। | Just hit with my first dose of skunk spray. |
17 | আমি যেমনটা শুনেছিলাম, এটা তেমনই ভয়াবহ এবং বাজে। | Its as horrible & disgusting as I've heard |
18 | কাঁদানে গ্যাস সব জায়গায় ছড়িয়ে পড়েছে। | Atingida com minha primeira dose de spray de pimenta. |
19 | এর কারণে সকলে যন্ত্রণা ভোগ করছে।. | É tão horrível e desagradável quando me disseram |
20 | জোসেফ ডানাও পুরো প্রতিবাদ সমাবেশটিকে অনুসরণ করেছেন: | O gás chega até o centro da vila. |
21 | ৩০-৫০ জন সৈনিক অপরপ্রান্তে চলে এসেছে। | Estão todos sofrendo |
22 | বিপুল পরিমাণ গ্যাস ছোঁড়া হয়েছে। | Joseph Dana também acompanhou toda a manifestação: |
23 | মনে হচ্ছে এর পরিমাণ গত সপ্তাহের চেয়ে বেশি। http://twitpic.com/3nrwx9 | 30-50 soldados cruzaram [a cerca]. |
24 | যখন কাঁদানে গ্যাস, রবার বুলেট এবং কিছু আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেবার হচ্ছিল, তখন ডানা এর সাথে যোগ করেন: | Grande quantidade de gás. Talvez mais do que na semana passada http://twitpic.com/3nrwx9 |
25 | আসুন আমরা একটি বিষয়ে পরিষ্কার হই, বিল'ইন নামক গ্রামের নিরীহ এক প্রতিবাদের উপর ইজরায়েল হামলা চালিয়েছে। এই প্রতিবাদ সমাবেশে আন্তর্জাতিক কূটনীতিবিদেরাও অংশ নিয়েছিল। | Enquanto seguia o progresso do gás lacriomogêneo, balas de borracha e várias ambulâncias removendo os feridos, Dana acrescentou: |
26 | ইজরায়েল ব্যাপক ভাবে বিদেশী প্রচার মাধ্যমে সংবাদ হয়ে এসেছে। নোয়াম সেইজায় একজন ইজরায়েলি, যিনি তেল আভিভে বাস করেন। | Sejamos claros, Israel atacou uma manifestação [com pessoas] desarmadas em Bilin, com diplomatas internacionais, parlamentares israelenses e imprensa estrangeira |
27 | এই সব সংবাদকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন, এর সাথে তিনি যোগ করেছেন, মনে হচ্ছে আইডিএফ (ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী) সাধারণ নাগরিকদের আহত হবার পরিমাণ কমিয়ে আনার জন্য বেশ বড় মাপের সতকর্তা গ্রহণ করেছে: | Noam Sheizaf, um israelense residente em Tel Aviv, corroborou estes relatos, acrescentando que a IDF parecia estar tomando maior cuidado [en] para prevenir ferimentos: |
28 | আজকে সামরিক বাহিনীর লোকজন বেশ সতর্ক ছিল। | Exército bem cuidadoso hoje. |
29 | আমি ধারণা করছি, অনেক বেশী সংখ্যায় ইজরায়েলির উপস্থিতি রয়েছে। | Muitos israelenses, eu creio. |
30 | এবং রসিকতার মাধ্যমে তিনি এর সাথে যোগ করেছেন: | E ele acrescentou [en] humoradamente: |
31 | সাপ্তাহিক যে পরিমাণ কাঁদানে গ্যাস পাওনা, তা পেয়ে গেছি, এখন সপ্তাহের ছুটি শুরু করতে পারি। | Tive minha dose semanal de gás lacrimogêneo, posso começar o fim-de-semana |
32 | প্রতিবাদ সমাবেশের শেষে আরেকজন প্রত্যক্ষদর্শী ঘটনার উপসংহার টুইট করেছে: | Outra testemunha tuitou [en] no fim da manifestação: |
33 | মাটির পৃথিবীতে টুইটার আসার জন্য স্বর্গকে ধন্যবাদ। | Agradeço aos céus pelo Twitter. |
34 | এর কারণে আমাদের এখানে যা ঘটছে, আমাদের সেই সব সত্য প্রকাশের ক্ষমতা তৈরি হয়েছে। | Temos o poder de relatar a verdade enquanto esta acontece. |
35 | টুইটারের জয় হোক এবং জনপ্রিয় গণ লড়াইয়ের জয় হোক। | Três viva sao Twitter e à luta popular! |
36 | আইডিএফ-এর আনুষ্ঠানিক টুইটার একাউন্ট এই প্রতিবাদ অনুষ্ঠানের সার সংক্ষেপ তৈরি করেছে, তারা বলছে: | O Twitter oficial da IDF resumiu o evento dizendo [en]: |
37 | দুটি ভয়াবহ সংঘর্ষ+ অনৈতিক দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে-৩০০ জন দাঙ্গাকারী বিল'ইন এর কাছে উপস্থিত হয়েছে+ নি'লিইন-এর ছুঁড়ে মারা পাথরগুলোর কাছে ৬০ জন উপস্থিত রয়েছে@নিরাপত্তা রক্ষী। | Dois distúrbios violentos e ilegais acontecendo- mais ou menos 300 agitadores perto de Bil'in e cerca de 60 perto de Ni'lin jogando pedras nas forças de segurança. |
38 | এই সমস্ত টুইটারকারী ব্যক্তির বিস্তারিত টুইট এবং অন্যদের করা টুইট সম্বন্ধে জানতে চাইলে নীচের টুইটারকারীদের টুইটগুলো পড়ুন।( | |
39 | এখানে উল্লেখ করা ভাষা ছাড়া, বাকি সব ইংরেজী ভাষায় প্রকাশ করা হয়েছে)@ইবনে জারা,@ইয়োগুরভিটজ (হিব্রু ভাষায়), @এনএস হেইজাফ, @তামারাজান্ডবার্গ@জেসিকাডেভেনায়ে@পিএসসিসি_প্যালেস্টাইন@ইটামার_বি(হিব্রু) @আইডিএফস্পোকসপার্সন। | Para mais detalhes destes usuários do Twitter, e outros tuítes relacionados, leia os seguintes (em inglês, exceto quando citado diferente):@ibnezra, @ygurvitz (Hebraico), @nsheizaf, @tamarzandberg, @jessicadevaney,@ PSCC_Palestine, @itamar_b (Hebraico), @IDFSpokesperson. |