# | ben | por |
---|
1 | গ্লোবাল ভয়েসেস-এর লেখকদের জনসংখ্যাতাত্ত্বিক মানচিত্র ২০১০ | Demografia dos Autores do Global Voices 2010 |
2 | গ্লোবাল ভয়েসেস এর লেখক কারা, তারা কি করেন, এবং গ্লোবাল ভয়েসেস-এর ভবিষ্যৎ, সাংবাদিকতা এবং নাগরিক প্রচার মাধ্যম সম্বন্ধে তাদের ধারণা কি? | Quem são os Autores do Global Voices, quais suas experiências, e o que eles pensam sobre o futuro do Global Voices, jornalismo e mídia cidadã? |
3 | ধারাবাহিক এক লেখায় আমরা ২০১০ সালে গ্লোবাল ভয়েসেস পরিচালিত এক জরিপের ফলাফল আপনাদের জানাচ্ছি। | Em uma série de posts, nós compartilharemos os resultados da Pesquisa de Autores do Global Voices em 2010. 116 |
4 | নাম প্রদান না করেই ১১৬ জন এপ্রিলে অনুষ্ঠিত এই জরিপে অংশ নেয়। | Autores responderam a pesquisa anônima em abril. |
5 | এদের মধ্যে শতকরা ৮৭ শতাংশ নাগরিক নিজেদের সক্রিয় লেখক হিসেবে চিহ্নিত করেছেন (যাদের অন্তত তিন মাসে একটা পোস্ট প্রকাশিত হয়), বাকী ১৩ শতাংশ ব্যক্তি বর্তমানে এখানে নিজেদের নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত করেছেন। | 87% dos que responderam se identificaram como Autores ativos (pelo menos um post nos últimos 3 meses) e outros 13% indicaram estar inativos atualmente. |
6 | এই পোস্ট গ্লোবাল ভয়েসেস-এর মূল জনসংখ্যার চেহারা কি রকম তা আমাদের সামনে তুলে ধরে। | Este post dá uma visão geral da demografia básica do Global Voices. |
7 | এটা একটা বিস্ময় হিসেবে আমাদের সামনে দেখা দেয়, যখন আমরা দেখি গ্লোবাল ভয়েসেস-এর সদস্যরা কত বৈচিত্র্যময়। | Não deve ser uma surpresa que nós somos um grupo global e diverso de pessoas. |
8 | কতটা বৈচিত্র্যময়? | Exatamente quão diverso? |
9 | নিচের লেখায় সেটাই পড়ুন। | Leia abaixo. |
10 | বয়স | Idade |
11 | গ্লোবাল ভয়েসেস এর বাসিন্দাদের বেশিরভাগের বয়স ২৫-৪৪ বছরের মধ্যে (শতকরা ৭৫ শতাংশ)। | A maior parte da comunidade Global Voices tem entre 25-44 anos (75%). |
12 | এদের মধ্যে শতকরা ৫০ শতাংশ নাগরিকের বয়স ২৫-৩৪ বছর। এখানকার ২৫ শতাংশের বেশি বাসিন্দার বয়স ৩৪-৫৫ বছরের ঊর্ধ্বে। | Mais de 50% tem entre 25-34 anos, mais de 25% entre 34-55. |
13 | গ্লোবাল ভয়েসেস-এর তরুণ জনগোষ্ঠী যাদের বয়স ১৯-২৪ বছরের মধ্যে, তাদের সংখ্যা ১৫ শতাংশ। | Pessoas mais jovens entre 19-24 perfazem quase 15% ao tempo em que quase 10% tem mais de 45 anos de idade. |
14 | এখানকার প্রায় ১০ শতাংশ ব্যক্তির বয়স ৪৫ বছরের ঊর্ধ্বে। | "Quantos anos você tem?" |
15 | লিঙ্গ | Gênero |
16 | লিঙ্গীয় বিষয়ে গ্লোবাল ভয়েসেস নিরপেক্ষভাবে তার সমতা বজায় রাখতে পেরেছে। | Global Voices mantém uma certa igualdade quando o assunto é a repartição baseada em gênero, que é quase 50/50. |
17 | এখানে নারী পুরুষের অনুপাত ৫০/৫০ শতাংশ। | Qual é o seu gênero? |
18 | পেশা | Ocupação |
19 | লেখকেরা স্বেচ্ছায় তাদের মূল্যবান সময় প্রদান করে গ্লোবাল ভয়েসেস-এ লিখে থাকে। | Os autores voluntários dedicam um valioso tempo para escrever para o Global Voices. |
20 | অনেকে এখানে পুরোদস্তুর পেশাদার লেখক হিসেবে লিখে থাকে (৪০ শতাংশ)। | Muitos escrevem concomitantemente aos seus empregos em tempo integral (40%). |
21 | প্রায় ৩০ শতাংশ ব্যক্তি এটিকে স্বাধীন কাজ (ফ্রিল্যান্স) বা নিজস্ব পেশা (সেল্প এমপ্লয়েড) হিসেবে বিবেচনা করে এখানে কাজ করছে, অন্যদের মধ্যে ১৫ শতাংশ ব্যক্তি নিজেদের ছাত্র হিসেবে পরিচয় প্রদান করেছে। | Cerca de 30% são freelances ou autônomos, e outros 15% se identificam como estudantes. |
22 | এখানকার ক্ষুদ্র একটি অংশ একে খণ্ডকালীন চাকুরি হিসেবে বিবেচনা করছে (১০ শতাংশ), এবং অবশিষ্ট (৫ শতাশ) বেকার/ অবসর গ্রহণ করা ব্যক্তি। | Um grupo menor tem empregos que ocupam apenas parte do tempo (10%) ou são desempregados/aposentados (5%). |
23 | বৈবাহিক অবস্থা | Estado civil |
24 | গ্লোবাল ভয়েসেস-এর অর্ধেক লেখক অবিবাহিত (প্রায় ৫০ শতাংশ) এদের প্রায় অর্ধেক (৪৫ শতাংশ) বিবাহিত বা এদের সঙ্গী বা সঙ্গিনী রয়েছে। | Pouco mais da metade dos autores é solteira (mais de 50%). Quase a metade (45%) é casada ou tem companheiros(as). |
25 | এখানকার নাগরিকদের সামান্য অংশের বিবাহ বিচ্ছেদ ঘটেছে (৫ শতাংশ)। | E uma minoria (5%) é divorciada. Qual o seu estado civil atual? |
26 | শিক্ষা | Educação |
27 | গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের লোকেরা উচ্চশিক্ষিত। | A comunidade Global Voices é altamente qualificada. |
28 | প্রায় ৮৫ শতাংশের বেশি জন জানিয়েছেন যে তারা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করেছেন। এবং ৪০ শতাংশের বেশি ব্যক্তি স্নাতকোত্তর বা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। | Mais de 85% dos que responderam indicaram ter completado o ensino superior, e mais de 40% possui pós-graduação ou doutorado. |
29 | অনেকে জানিয়েছেন যে তারা সর্বোচ্চ শিক্ষা লাভ করেছেন কিছুদিন বিশ্ববিদ্যালয় বা কলেজে কাটিয়ে, (১৫ শতাংশ ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু কোন ডিগ্রি অর্জন না করেই পড়ায় ইতি দেন)। | Alguns relataram seu nível de educação como o de alguns anos em uma universidade ou colégio (15%). Qual o seu nível de escolaridade? |
30 | আদিবাস | Origem |
31 | ৬৫টি ভিন্ন দেশে জন্মগ্রহণকারী বাসিন্দারা এই জরিপে অংশ নিয়েছে এবং তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে । | Os que responderam à pesquisa nasceram em 65 países diferentes e se espalham por várias regiões. |
32 | আমেরিকার বাসিন্দা (৩৮ শতাংশ) (তথ্য: এদের মধ্যে যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাত্র ৮ শতাংশ) পশ্চিম ইউরোপ (১৫ শতাংশ) মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা (১১ শতাংশ) পূর্ব এশিয়া (১০ শতাংশ) দক্ষিণ এশিয়া (১০ শতাংশ) সাব-সাহারান আফ্রিকা (৬ শতাংশ) পূর্ব ও মধ্য ইউরোপ (৬ শতাংশ) মধ্য এশিয়া ও ককেশাস (২ শতাংশ) ওশেনিয়া অঞ্চল (১ শতাংশ) গ্লোবাল ভয়েসেস-এর সম্প্রদায়ের লোকজন বৈচিত্র্যময় এবং বিশ্ব নাগরিক। | A comunidade Global Voices é diversificada e cosmopolita. Quase 20% tem pelo menos um parente (pai ou mãe) nascido em país diferente que o seu próprio, e 13% disse ter cidadania de mais de um país. |
33 | এখানকার ২০ শতাংশ নাগরিক যে দেশে জন্মগ্রহণ করেছে, তাদের বাবা অথবা মায়ের মধ্যে একজন অন্তত অন্য দেশে জন্মগ্রহণ করেছে এবং ১৩ শতাংশ ব্যক্তি বলছে যে, তাদের অন্তত দু'টি ভিন্ন দেশের নাগরিকত্ব রয়েছে। | |
34 | জরিপে অংশ নেওয়া ৩০ শতাংশে ব্যক্তি জানাচ্ছে, তারা যে দেশে বাস করছে, তাদের জন্ম সে দেশে নয়। | Quase 30% dos que responderam vivem atualmente em um país diferente do de seu nascimento. |
35 | বাসস্থান | Localização |
36 | ৫৮ টি দেশের উপর ভিত্তি করে বর্তমান লেখকদের উপর জরিপ পরিচালিত করা হয়, যারা এখন বিভিন্ন মহাদেশে ছড়িয়ে রয়েছে। | Os autores pesquisados atualmente vivem em 58 países diferentes, espalhados por vários continentes. |
37 | আমেরিকা (৪২ শতাংশ) নাগরিকের বাস [বিশেষ তথ্য: মোট লেখকদের মাত্র ১৬ শতাংশ যুক্তরাষ্ট্রে বাস করে] পশ্চিম ইউরোপ [১৭ শতাংশ] পূর্ব এশিয়া [১১ শতাংশ] মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (৬ শতাংশ) দক্ষিণ এশিয়া (৬ শতাংশ) পূর্ব ও মধ্য ইউরোপ (৬ শতাংশ) ওশেনিয়া (৩ শতাংশ) মধ্য এশিয়া ও ককেশাস (১ শতাংশ) | |
38 | জরিপে অংশ নেওয়া অর্ধেক ব্যক্তি জানাচ্ছে যে তারা কেবলমাত্র একটি দেশেই বাসবাস করে আসছেন। অন্যদিকে বাকীরা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দেশে বাস করছেন। | Cerca de metade dos pesquisados indicou que viveu em apenas um país, enquanto a outra metade já viveu em vários países. |
39 | গড় উত্তরদাতাদের অনেকই অন্তত দু'টি দেশে বাস করেছেন। উত্তরদাতাদের মধ্যে এমন অনেকে রয়েছেন, যারা ছয়, সাত, এমনকি আটটি দেশে বাস করেছেন। | Em média, os pesquisados viveram em pelo menos 2 países, com alguns tendo vivido em até 6, sete ou oito países diferentes. |
40 | ভাষা | Língua |
41 | গ্লোবাল ভয়েসেস এর লেখকরা গড়ে তিনটি ভাষায় কথা বলতে পারে। | Os autores da comunidade Global Voices fala em média 3 línguas. |
42 | এদের বেশিরভাগ (৭০ শতাংশ) ইংরেজী ভাষায় পড়ালেখা করে বড় হননি। | A maior parte (70%) não foi criada [falando] em inglês. |
43 | এখানকার বেশিরভাগ বাসিন্দা প্রায়শ বা প্রায় সব সময় ইংরেজী নয়, ভিন্ন ভাষায় কথা বলেন (৮৩ শতাংশ)। এদের অনেকে মাঝে মাঝে মাতৃভাষা ব্যতিত অন্য ভাষায় কথা বলেন (৭ শতাংশ) এবং অন্যরা খুব কম বা কখনোই অন্য ভাষায় কথা বলেন না (১০ শতাংশ)। | A maior parte fala uma língua diferente do inglês às vezes [often] ou muitas vezes [very often] (83%); alguns a falam algumas vezes [sometimes] (7%), e alguns raramente [rarely] ou nunca [never] (10%). |
44 | কম্পিউটার | Computador |
45 | এবং সবশেষে সত্যিকারের প্রযুক্তিবিদদের (যারা উন্মাদের মত কম্পিউটারে কাজ করে থাকে) সবাই যা জানতে চায়: গ্লোবাল ভয়েসেস এর লেখকদের পিসি পছন্দ করার হার (৪১ শতাংশ), যা ম্যাক ব্যবহারকারীদের চেয়ে (৩৫ শতাংশ) সামান্য বেশি। অনেকে লিনাক্স/ইউনিক্স (১০ শতাংশ) ব্যবহার করছে অথবা অন্য কোন অপারেটিং সিস্টেম (৩ শতাংশ)। | E finalmente, o que todo geek de verdade quer saber: Os autores do Global Voices preferem PCs (41%) um pouco mais do que Macs (35%), com alguns optando pelo Linux/Unix (10%) e outros sistemas operacionais (3%). |
46 | সামান্য কয়েকজন রয়েছে যাদের এ ব্যাপারে কোন বিশেষ পছন্দ নেই (১১ শতাংশ)। | Uns poucos não tem preferência definida (11%). |