Sentence alignment for gv-ben-20081007-1275.xml (html) - gv-por-20081004-1373.xml (html)

#benpor
1ব্রাজিল: কারান্দিরু হত্যাযজ্ঞের বিচার না হওয়া আর ভুলে যাওয়াBrasil: Massacre do Carandiru, impunidade e esquecimento
2কারান্দিরু জেলখানা; ক্যাপশনে বলা হয়েছে “ওখানকার আত্মাদের দীর্ঘ সময় ভুলে যাওয়া হয়েছে”।Visita ao Carandiru, foto pela usuária do Flickr silmaraelis, publicada sob licença da Creative Commons.
3ছবি: ফ্লিকার ব্যবহারকারী সিল্মারেইলিস এর সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে প্রকাশিত।A legenda diz “as almas já estavam esquecidas lá dentro há muito tempo”.
4ষোল বছর আগে (২রা অক্টোবর, ১৯৯২) সাও পাওলোর কারান্দিরু জেল কমপ্লেক্সের নবম প্যাভেলিয়নে রায়ট শুরু হওয়ার পর কারান্দিরু হত্যাযজ্ঞ সংঘটিত হয়।O Massacre do Carandiru, considerado uma grande violação dos direitos humanos da história do Brasil, aconteceu há dezesseis anos (em 2 de outubro de 1992) depois que uma briga entre presos teve início no Pavilhão 9 do Complexo Penitenciário do Carandiru, em São Paulo.
5রায়ট নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মিলিটারী পুলিশের এলিট ফোর্সকে খবর দেয়া হয় আর তাদের সাথে মুখোমুখি সংঘর্ষে ১১১ জন কারাবন্দী মারা যায়।Fora de controle, a rebelião acarretou na intervenção de tropas de elite da Polícia Militar e num confronto, o que resultou na morte de 111 prisioneiros.
6কোন পুলিশ এতে মারা যায়নি।Nenhum policial morreu.
7একে ব্রাজিলের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের একটি বড় ঘটনা হিসাবে দেখা হয়। মানবাধিকার সংস্থারা দাবী করে যে বেশীরভাগ বন্দীরা নিরস্ত্র ছিল আর কোন ধরনের প্রতিরোধ করেনি, আর পুলিশ যেসব বন্দী আত্মসমর্পন করেছিল বা লুকানোর চেষ্টা করছিল তাদের উপরও গুলি চালিয়েছে।Grupos de Direitos Humanos alegam que a maior parte dos prisioneiros não estava armada e não houve resistência, e acusam a polícia de também abrir fogo contra presos que já tinham se rendido ou que tentaram se esconder.
8এটা সত্বেও কাউকে শাস্তি দেয়া হয়নি, আর শুধুমাত্র এই অপারেশনের কমান্ডিং অফিসার কর্ণেল উবিরাতান গুইমারেসের বিচার হয়েছিল (সেপ্টেম্বর ২০০৬ এ যাকে হত্যা করা হয় সম্ভবত ক্রোধের কারনে)।Independente disso, ninguém veio a ser punido e a única pessoa a ser julgada foi o comandante da operação, coronel Ubiratan Guimarães (assassinado em setembro de 2006 em um possível crime passional).
9তাকে প্রথমে ৬২০ বছর জেলের সাজা দেয়া হয় কিন্তু পরে তা বিচারের স্বচ্ছতা সম্পর্কে অভিযোগ এনে প্রত্যাহার করা হয়।Ele foi inicialmente setenciado a 620 anos de prisão mas a setença condenatória foi em seguida revogada por causa de equívocos no processo.
10এই সংক্রান্ত মিডিয়ার খবর অনেক ব্রাজিলিয়ান ব্লগার পুন:প্রকাশ করে, কিন্তু খুব কম ব্লগারই এই দিনের জন্য নতুন কোন লেখা দিয়েছে। দিনহা এদের মধ্যে একজন যে এইদিনকে স্মরণ করেছে (পর্তুগীজ ভাষায়) ‘ব্রাজিলিয়ান রাষ্ট্রের ইতিহাসে বন্দী মানুষের উপরে সংগঠিত সব থেকে বড় কাপুরুষোচিত অপরাধ' হিসাবে:Muitos blogueiros brasileiros re-publicaram as notícias que circularam na imprensa, mas apenas alguns poucos dedicaram um post original ao dia. Dinha doi um deles, lembrando a data como “a maior covardia contra a população carcerária na história do país”:
11গতকাল (০২/১০/২০০৮), ১৬ বছর পার হল সেইদিনটি থেকে যখন সরকার ঘোষণা করেছিল যে তারা ১১১ জন ব্রাজিলিয়ান নাগরিককে হত্যা করেছে।Ontem, 02/10/2008, fez 16 anos que o Estado divulgou oficialmente que massacrou 111 cidadão brasileiros.
12এদের সবাই যাদেরকে এই হত্যাযজ্ঞ, হত্যালীলার মধ্যে পড়তে হয়েছিল তারা রাষ্ট্রের সাথে কোন উন্মুক্ত যুদ্ধে লিপ্ত ছিলনা, বরং হত্যাযজ্ঞের সময়ে তারা বন্দী ছিল, তারা রাষ্ট্রের হেফাজতে ছিল।Todos os que foram massacrados, assassinados, não estavam em guerra franca com o Estado, mas sim, no momento do massacre, eram prisioneiros, estavam sob cutódia desse mesmo Estado.
13এই কারনে তারা নিরস্ত্র ছিল আর এদের মধ্যে অনেকে নিজেদের কুঠুরিতে তালাবদ্ধ ছিল।Por isso estavam desarmados e mais, muitos estavam trancados em celas.
14‘দন্ডমুক্ততা' নামক ব্লগ পোস্টে টারসো আরউজো আমাদেরকে মনে করিয়ে দেয় যে এই অপরাধের জন্য কাউকে দায়ী করা হয়নি, আর কোন পরিসংখ্যান নেই যে কবে অভিযুক্তদের বিচার করা হবে:Em um post chamado “Impunidade”, Tarso Araújo lembra que ninguém foi responsabilizado por esse crime, e que não existe uma estimativa de quando os acusados irão à julgamento:
15সাও পাওলো এর আদালতে এই প্রক্রিয়ার আপীল চলছে। বন্দী জীবনের বিরুদ্ধে একটা জঘন্য অপরাধ সংগঠিত হওয়ার কারনে, বিচারক বলে দিয়েছে যে বিবাদীদেরকে জুরির কাছে প্রেরণ করা হবে, যা অভিযুক্তরা মানছে না।O fato de o processo envolver muitos réus, além das dificuldades estruturais do Judiciário para responder ao acúmulo de ações pendentes, faz a tramitação ficar lenta.
16এই বিদ্রোহ কি করে শুরু হয়েছিল এই সংক্রান্ত ইয়াহু আনসার্স এর একটা প্রশ্নের উত্তরে পাক্কা একটা গল্প বলে যা সে তার পরিচিত একজনের কাছ থেকে শুনেছিল; কি করে নবম প্যাভিলিয়নের অল্প কয়েকজন বন্দী এই হত্যাযজ্ঞ থেকে বেঁচে গিয়েছিল:O processo está em grau de recurso no Tribunal de Justiça de São Paulo (TJ-SP). Por haver indícios de autoria de crime doloso contra a vida, o juiz determinou que os réus fossem julgados por júri popular, situação com a qual os denunciados não concordam.
17আমার পরিবারের পরিচিত একজন এই নরকের মধ্য দিয়ে গিয়েছে। সে বলেছে যে আসলে এটা কি করে শুরু হয়েছিল তা কেউ জানে না।Depois que o TJ-SP decidir a questão, será necessário definir os procedimentos para o julgamento de um número elevado de réus.
18সে বলেছে যে সে প্রায় ২০০টি মৃতদেহ একটি লিফটের জন্যে খোড়া গর্তে ফেলতে সাহায্য করেছে।Não há previsão de prazo para que os réus sejam julgados. Respondendo a uma pergunta feita no Yahoo!
19জেলে এই লিফটি চালু করার কথা ছিল কিন্তু তা পরে কংক্রিট দিয়ে বন্ধ করে দেয়া হয়। তার সাথে একই কয়েদে থাকা (বারাকো নামে) একজন পুলিশ কর্তৃক মারা যায়।Respostas sobre como a rebelião começou, Pucca [pt] compartilha uma parte da história que ela tomou conhecimento por meio de um conhecido, um dos presidiários do Pavilhão 9 que sobreviveu ao massacre:
20সে নিজে বেঁচে গিয়েছিল কারন যখন পুলিশের অনুরোধে বন্দীরা কুঠুরি খালি করে বেরিয়ে আসে সে তখন দরজার পিছনে লুকিয়ে ছিল।Um conhecido de família viveu aquele inferno. Ele nos disse que na verdade ninguem sabe afirmar exatamente como tudo começou.
21পরে সে নীচের তলায় আরো অনেকের সাথে পালিয়ে যায়। সে দেখেছে জেলখানার সিঁড়ি রক্তে ভেসে যাচ্ছিল আর জার্মান শেফার্ড কুকুর তাদেরকে তাড়া করছিল।Ele disse que ajudou a jogar mais de 200 corpos dentro do fosso de supostos elevadores existentes no presídio e que tiveram suas portas lacradas com concreto.
22Seu amigo de cela (barraco) foi morto por policiais, ele só sobreviveu porque se escondeu atras da porta, quando as celas foram desocupadas pelos presos a pedido dos pms ele disse que correu juntamente com tantos outros presos pelas escadarias da prisão que estavam lavadas de sangue e cachorros pastor alemão iam ao encalço deles.
23একটা কুকুর তার ডান হাতে কামড় দেয়।Um dos cachorros mordeu sua mão direita.
24সে নাকি উঠানে অন্যান্য বন্দীদের সাথে উলংগ অবস্থায় বসে ছিল।Disse que ficou no pátio com outros presos mais de 12 horas pelados e todos de cócoras.
25তার অপরাধ?O crime dele????
26সে একটা লোটোর দোকানের চুরিতে অংশগ্রহন করেছিল, প্রথমবার অপরাধ করেছিল আর নবম প্যাভিলিয়নে সাজা কাটছিল যখন এসব শুরু হয়।Participou de um assalto a uma casa lotérica, réu primário cumpria pena no pavilhão 9, onde tudo começou.
27দ্যা হাব একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে পিপি'র, যে অষ্টম প্যাভিলিয়নে সাজা কাটছিল আর তার জানালা থেকে এই বীভৎস দৃশ্য দেখেছে।The Hub traz uma entrevista com P.P., que estava cumprindo pena no vizinho Pavilhão 8 e que assistiu ao desencadear do horror da janela de sua cela.
28সে বলছে যে ঘোষিত ১১১ টা মৃতদেহের সংখ্যা শুধুমাত্র যে কয়টা দেহ পাওয়া গেছে তার হিসেবে- সে বিশ্বাস করে যে ৩০০ জনের বেশী লোক মারা গেছে।Ele afirma que o número oficial de mortos, 111, reflete apenas àqueles que foram procurados por familiares - ele acredita que foram mais de 300 mortos.
29৩০ জনের মতো কারাবন্দীসহ তাকে ডাকা হয়েছিল শবগুলো বহনের জন্য, যার মধ্যে প্রায় ৫০টা সে নিজে বহন করেছে।Junto com um grupo de mais de 30 presos, ele foi convocado para ajudar a retirar os corpos, sendo que por conta própria carregou 50.
30পিপি হাহাকার করে বলে যে ১৬ বছর পার হওয়ার পরও, এই মামলার বিচার হয়নি আর একে ভুলে যাওয়া হয়েছে:P.P. lamenta que, 16 anos depois, o caso é marcado pela impunidade e pelo esquecimento:
31“খুবই বীভৎস ছিল।“Foi feio.
32কিন্তু আমাকে বেশী পীড়া দেয় - কি অদ্ভুত যে সবাই এখন তা ভুলে গেছে- কারান্দিরু হত্যাযজ্ঞ নিয়ে ব্রাজিলে কেউ আর কথা বলে না” (পিপি, ইউনিভার্সিডেড দে কমিউনিকাসিও লিভ্রে থেকে একজন মানবাধিকার কর্মী রাকুয়েল কুয়িন্টিনোর সাথে স্বাক্ষাৎকারে)।
33কারান্দিরু জেলখানা দক্ষিন আমেরিকার সব থেকে বড় জেলখানা ছিল আর এক সময়ে প্রায় ৮০০০ কয়েদী ছিল এখানে।Agora o que mais dói, o cúmulo é que caiu no esquecimento.
34২০০২ সালের ৯ই ডিসেম্বর এটি ভেঙ্গে ফেলা হয় একটা উন্মু্ক্ত পার্ক তৈরির জন্য।Ninguém mais retoma esse assunto aqui no Brasil” (P.P., em entrevista a Raquel Quintino, militante dos direitos humanos da Universidade de Comunicação Livre.
35ইউটিউবে এমট্রোম্বেলির আপলোড করা সাংবাদিকতার ছাত্রদের তৈরি একটা ভিডিও প্রামান্যচিত্র আছে যেখানে এটার শেষের মুহুর্তগুলো দেখানো হয়েছে; খালি কুঠুরি আর ভেঙ্গে ফেলা।Veja a entrevista completa em português). O Complexo Penitenciário do Carandiru chegou a ser a maior prisão da América do Sul e a ter uma população de 8 mil presidiários.
36ফ্লিকার ব্যবহারকারী ইস্পিকের কাছে কারান্দিরুর ছবির গ্যালারি আছে ভেঙ্গে ফেলার ঠিক আগে তোলা।O presídio foi demolido em 9 de dezembro de 2002 para que o local fosse transformado em um parque aberto ao público.
37যারা এই জেলের আর হত্যাযজ্ঞের ইতিহাসের আরও গভীরে যেতে চায় তারা শুরু করতে পারে কারান্দিরু শিরোনামের উচ্চ প্রশংসিত চলচ্চিত্রটি দেখে।O usuário do YouTube mtrombelli tem um documentário feito por estudantes de jornalismo mostrando os últimos momentos, as celas vazias e a demolição. O usuário do Flickr ispic tem uma galeria de fotos tiradas antes da demolição.
38হেক্টর বেবেঙ্কো ছিলেন এর নির্দেশনায় আর বহুল বিক্রিত বই এস্তাকো কারান্দিরু (কারান্ডিরু স্টেশন, এখনো ভাষান্তরিত হয়নি) এর ছায়বলম্বনে এটি তৈরি। এই বইটি লিখেছেন উজ্জীবিত ব্রাজিলিয়ান ডাক্তার ড্রাউজিও ভারেল্লা, যিনি এইডস মাহামারি নিয়ে ১৯৮৯ থেকে ২০০১ পর্যন্ত কারান্দিরুতেহ স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছেন।Aqueles que gostariam de saber mais sobre a história da prisão e do massacre podem começar assistindo ao aclamado filme Carandiru, dirigido por Hector Babenco, e inspirado no best-seller Estação Carandiru, do médico brasileiro Drauzio Varella, que trabalhou como voluntário no presídio lidando com a epidemia de AIDS no local, entre 1989 e 2001.