Sentence alignment for gv-ben-20140710-44047.xml (html) - gv-por-20140720-53976.xml (html)

#benpor
1বিশ্বকাপে ব্রাজিলের পরাজয়ে আরবরা উল্লসিতO mundo árabe tripudia a derrota do Brasil na copa do mundo
2আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপে সৌদি আরবের ব্যর্থতা প্রসঙ্গে সে দেশের নাগরিক হামাদ আলারিফি টুইটারে এই ব্যঙ্গচিত্রটি শেয়ার করেছেন।No Twitter, o saudita Hamad Alarify compartilhou esta charge chamando atenção para o fracasso da equipe de seu país em campeonatos internacionais de futebol.
3সেখানে লিখা আছে, “ভাই, আমি তোমার দুঃখটা বুঝি”।O comentário deve ler: “Eu conheço este sentimento, irmão”
4বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল ম্যাচে জার্মানি ব্রাজিলকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। ব্রাজিলের এই বিশাল পরাজয়ের ম্যাচটি আরবরা বেশ উল্লাসের সঙ্গে দেখেছে বলে মনে হচ্ছে।Parece que os Árabes assistiram com alegria a partida na qual Alemanha que venceu o Brasil por 7-1, nas meias-finais do Copa do Mundo.
5ব্রাজিলের এই অপমানকর পরাজয়ে মিশরীয় @কাজাখেলো টুইটারে তার অনুগামীদের সাথে কৌতুক করেছেন [আরবী ভাষায়]:Após a derrota humilhante do Brasil, O Egípcio @kazakhelo fez piadas em árabe para seus 13,6 mil seguidores no Twitter:
6কিছু মনে করবেন না।Não importa querida.
7এখনও এর পুনরুদ্ধার সম্ভব।Você ainda pode se recuperar.
8পরের বিশ্বকাপে যখন মিশর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে, তখন আপনারা জিতবেন।Na próxima Copa do Mundo, se o Egito se classificar, você ganha.
9একথাও ঠিক যে, এই নেটিজেনদের তাদের জাতীয় দলের উপর কোন বিশ্বাস নেই।Obviamente, ele não tem fé na seleção do seu país.
10এবং কৌতুক চলছেই।E as piadas continuam.
11মিশরীয় হাজেম ইউসুফ দাবি করেছেনঃO Egípcio Hazem Youssef afirma:
12এটি ছিল এমন একটি ম্যাচ যা আগামী ১০০ বছরেও আর এর পুনরাবৃত্তি ঘটবে না।Este é um jogo que não vai se repetir em 100 anos.
13জার্মানি এ পর্যন্ত সাতটি গোল করেছে, আরও ৬টি সুযোগ তাঁরা হারিয়েছে।Em seis oportunidades, Alemanha marcou sete gols até agora.
14আর বাহরাইনের নাদের আব্দুল ইমানের কাছে ব্রাজিলের হার যেন ফুটবলের চেয়েও বেশি কিছু।E para O Bahreini Nader AbdulEman, a derrota da seleção brasileira significa muito mais do que futebol.
15তিনি টুইট করেছেনঃEle escreveu:
16টিয়ার (কাঁদুনে) গ্যাসের দলটি বিশ্ব কাপ থেকে জঘন্য ভাবে ছিটকে পড়ল।A equipe de gás lacrimogêneo deixa a Copa do Mundo de uma forma escandalosa.
17বাহরাইনে ব্রাজিল কাঁদানে গ্যাসের রপ্তানিকারক দেশ হিসেবে অভিযুক্ত। কারণ, গত ১৪ ফেব্রুয়ারি, ২০১১ তারিখ থেকে সেদেশে সরকার বিরোধী প্রতিবাদ শুরু হলে বিক্ষোভকারীদের দমনে গ্যাসটি চরমভাবে ব্যবহৃত হয়।O Brasil é um exportador de gás lacrimogêneo para o Bahrein, usado para suprimir manifestantes desde que os protestos contra o regime começaram no país em 14 de fevereiro de 2011.
18অধিক গুরুতর একটি নোটে, ১ দশমিক ৫ মিলিয়ন অনুগামীদের কাছে আল জাজিরার সিরিয় ফয়সাল আল কাশিম বিস্ময় প্রকাশ করে বলেছেন:Em uma nota mais séria, o jornalista sírio Faisal Alkasim, com mais de 1,5 milhões de seguidores, se pergunta:
19এমনকি এটি শুরুর আগেই অনেক ব্রাজিলীয়রা বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল।Muitos brasileiros protestaram contra a Copa do Mundo antes de começar.
20জার্মানির সঙ্গে এই ম্যাচের পর তারা এখন কি করবে ?O que vão fazer agora, depois de este jogo com a Alemanha?
21এবং সৌদি টিভি প্রেজেন্টার অয়ালেদ আল ফারাজ তার ২ দশমিক ১৩ মিলিয়ন অনুগামীদের কাছে ঠিক অনুরূপ একটি মনোভাব নিয়ে টুইট করেছেন:E o apresentador de TV, o saudita Waled Alfarraj escreveu aos seus 2.13 milhão seguidores no sentimento semelhante:
22ব্রাজিলীয়রা ফাইনাল হারানোর পর এখন তাঁরা সরকারের বিরুদ্ধে তাদের রাগ ঢালবে।Brasileiros vão despejar sua raiva contra o governo, depois de perderem0 as finais.
23কয়েক মিনিট আগেও বিশ্ব একটি জ্বলন্ত কুণ্ড ছিল।O mundo foi incendiado há alguns minutos atrás.
24এটা সত্যিই একটি কলঙ্ক।Realmente é um escândalo.