# | ben | por |
---|
1 | অ্যার্ন্টাকটিকা: বিশ্বের সবচেয়ে শীতলতম স্থান থেকে ল্যাটিন আমেরিকার ব্লগাররা | |
2 | সম্পাদকের নোট: এই পোষ্টটি দুই খন্ডে লিখিত। | Antártida:Latino-americanos blogam do lugar mais frio da Terra |
3 | এর প্রথম খন্ডের লেখাগুলো ল্যাটিন আমেরিকান ব্লগার লিখেছে অ্যার্ন্টাকটিকায় বসে। | Nota do editor: esta é a primeira parte de um série composta por duas partes sobre blogues escritos sobre a Antárdida por Latinoamericanos. |
4 | চারপাশে জমে থাকা বরফ দেখে অ্যার্ন্টাকটিকাকে কেউ হয়তে ভাবতে পারে যে সেখানে ব্লগার খুঁজে পাওয়ার একেবারে অসম্ভব। | Os arredores gelados da Antártida quem sabe sejam o último lugar onde alguém esperaria encontrar blogueiros. Entretanto, alguns latinoamericanos se interessaram em compartilhar suas experiências de trabalho ou viagem por este solitário continente. |
5 | তবে বেশ কিছু ল্যাটিন আমেরিকান ব্লগার সেখান তাদের ভ্রমণ ও কাজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছে, সেই এক বিচ্ছিন্ন মহাদেশের কথা। | Alguns escrevem diretamente da Antártida postando fotos, videos ajudando aos leitores a sentir como é estar tão longe de casa, enquanto outros esperam retornar para o continente Sulamericano para postar em seus blogues. |
6 | এদের কেউ সরাসরি অ্যার্ন্টাকটিকা থেকে লিখেছে। | Muitos países são bem representados na blogosfera da Antártida. |
7 | সেখান থেকে তাদের ছবি, ভিডিও পোস্ট করেছে। পাঠকদের বিষয়গুলো মনে করিয়ে দেয় যে তারা ঘর থেকে অনেক দুরে। | Chile além do website do Instituto Antártico Chileno [es] , publica informações via o blogue Base Aérea Presidente E. |
8 | অন্যরা অবশ্য দক্ষিণ আমেরিকার মহাদেশ থেকে ফিরে এসে নিজেদের ব্যক্তিগত ও গ্রুপে ব্লগ লেখার জন্য অপেক্ষা করেছে। | Frei M [es]. Infelizmente este blogue possui apenas uma única postagem - sobre comunicações por rádio. |
9 | অ্যার্ন্টাকটিক ব্লগস্ফেয়ারে বেশ কয়েকটি দেশের প্রতিনিধি ছিল। | Roberto Bravo dedica seu blogue Terra Australis Incógnita [es] a notícias e relatórios sobre a Antártida. |
10 | চিলি তাদের চিলিয়ান এ্যার্ন্টাটিক ইনিস্টিটিউট (স্প্যানিশ ভাষায়) ওয়েবসাইট ছাড়াও তাদের অ্যার্ন্টাকটিকা এয়ার বেস প্রেসিডেন্ট ই. ফ্রাই এম (স্প্যানিশ ভাষায়) ব্লগের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করে। | Por mais de vinte anos, o Peru vem trabalhado e conduzido pesquisas na Base Científica Machu Picchu que é administrada pelo Instituto Antártico Peruano [es], o qual teve seu perfil traçado no blogue Vida y Futuro [es] do jornal El Comércio. |
11 | দুর্ভাগ্যজনকভাবে এই ব্লগে কেবল একটি মাত্র লেখা পোস্ট করা হয় এবং এই ব্লগ প্রধানত: রেডিও যোগাযোগ মাধ্যমের প্রতি উৎসর্গকৃত। | Finalmente em seu próprio blogue, o cineasta peruano Humberto Saco postou seu documentário sobre a presença de seu país no continente [es]. |
12 | টেরা অস্ট্রালিস ইন্কগনিটা ব্লগের মাধ্যমে রবার্ট ব্রাভো ভিডাল অ্যার্ন্টাকটিকা সমন্ধে তথ্য ও সংবাদ প্রদান করছেন। | No Uruguai há muitos blogues sobre a Antártida, inclusive um chamado Sentimentos Antárticos [es] que publica poemas sobre o continente; e há outro chamadado O Blogue da Associação Antártica [LINK]. |
13 | পেরু প্রায় ২০ বছর যাবত মাচুপিচ্চু সায়েন্টিফিক বেস থেকে কাজ করে যাচ্ছে এবং গবেষণা করে যাচ্ছে। | Ambos não são escritos no continente gelado, mas sobre as expedições que o visitaram: Antarkos 23 [es] e Antarkos 25 [es]. |
14 | এই সেন্টারের প্রশাসনিক দায়িত্বে রয়েছে পেরুভিয়ান অ্যার্ন্টাকটিকা ইন্সিস্টিটিউট (স্প্যানিশ ভাষায়) এবং যার পুর্ণাঙ্গ বৃত্তান্ত তৈরী করা হয় ব্লগ ভিদা ইয়ে ফিউচুরোতে। | |
15 | সবশেষে পেরুর চলচিত্র নির্মাতা হুমবার্তো সাকো তার নিজের ব্লগে এক তথ্যচিত্র প্রকাশিত করেছে অ্যার্ন্টাকটিক মহাদেশে পেরুর উপস্থিতি সমন্ধে (স্প্যানিশ ভাষায়)। | |
16 | উরুগুয়ের এমন অনেক ব্লগার রয়েছেন যারা অ্যার্ন্টাকটিকার প্রতি উৎসর্গকৃত। | Durante a primeira um fenômeno interessante, chamado Prisma de Gelo, é descrito: |
17 | এর মধ্যে একজন নিজেকে অ্যার্ন্টাকটিক ফিলিংস (স্প্যানিশ ভাষায়) বলে ডাকেন। তিনি এই মহাদেশকে নিয়ে তার লেখা কবিতা প্রকাশ করেছেন। | “En la noche del 5 de setiembre de 2007, tuvimos el privilegio de observar un Hidrometeoro poco común, llamado “Prisma de hielo”. |
18 | অন্য আরেকজন তার ব্লগের নাম দিয়েছেন অ্যার্ন্টাকটিক এসোসিয়েশন (স্প্যানিশ ভাষায়)। উভয় অবশ্য বরফের চারপাশে বসে লেখা লেখেন না, কিন্তু অভিযাত্রিক দলের সাথে অ্যার্ন্টাকটিক ভ্রমন সেরে এসেছেন। | Este fenómeno consiste en la precipitación de cristales de hielo que tienen forma de agujas, placas o columnas, normalmente muy tenues y que dan la sensación de estar en suspensión en la atmósfera los cuales al observarlos sobre un foco de luz, producen reflejos como el que se aprecia en la foto. |
19 | এ্যান্টারকোস ২৩ (স্প্যানিশ ভাষায়)ও এ্যান্টারকোস ২৫ (স্প্যানিশ ভাষায়) নামের দুটি অভিযান কিছুদিন আগে সম্পন্ন হয়। | Estos cristales de hielo pueden caer de una nube o con una situación de cielo despejado y se producen a temperaturas inferiores a -10ºC.” |
20 | এখানে এক কৌতুহলজনক বস্তু (স্প্যানিশ ভাষায়) যাকে বলা হয় আইস প্রিজম তার বর্ণনা দেওয়া হচ্ছে। | Na noite de 5 de Setembro de 2007, nós tivemos o privilégio de observar um Hidrometeoro incomum chamado de Prisma de Gelo. |
21 | আইস প্রিজমের ছবি এ্যান্টারকোস ২৩ এর তোলা এবং অনুমতি নিয়ে প্রকাশিত ২০০৭ সালের সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে আমাদের এক অস্বাভাবিক দৃশ্য দেখার সুযোগ হয়। | Tal fenômeno consiste na precipitação de cristais de gelos na forma de agulhas, blocos ou colunas que normalmente são muito leves e que dão a sensação de estar suspensos na atmosfera. |
22 | এটি হলো হাইড্রোমিটার বা বরফের এক অবস্থা যাকে আইস প্রিজম নামে ডাকা হয়। | Quando observados sobre uma lâmpada produzem a reflexão que pode ser vista na foto. |
23 | এই ঘটনা ঘটে তখন যখন বরফের জলকনা (কুয়াশা) সুইয়ের মত স্বচ্ছ ছোট্ট বরফ টুকরা বা বড় আকার ব্লকস বা কলামে পরিণত হয়। | Tais cristais de gelo podem precipitar-se de uma nuvem ou em alguns casos de um céu limpo quando a temperatura está abaixo de -10 C. |
24 | এটি সাধারণত খুব হালকা হয় এবং বিশেষ আবহাওয়ায় তা নীচে নেমে আসে। | No segundo blogue, o uruguaio Waldemar Fontes, descreve como a equipe comemorou o Natal [es] na Base Científica Artigas. |
25 | একটা হালকা আলোর বাল্বের ভিতর দিয়ে তাকালে এটি একটি প্রিজমের মত প্রতিচ্ছবি তৈরী করে, যা উপরের ছবির মধ্যে দিয়ে দেখতে পাবেন। | El 24 de diciembre de 2008, la dotación Antarkos 25, más un grupo de científicos alemanes y uruguayos, celebramos la Navidad en familia. |
26 | এই ধরনের আইস ক্রিস্টাল বা স্বচ্ছ বরফ মেঘের থেকে অথবা পরিস্কার আকাশ থেকেও পড়তে পারে। | Compartimos una cena con turrones, pan dulce y tortas alemanas y degustamos un delicioso lechón al horno. |
27 | এই ঘটনা ঘটে যখন তাপমাত্র -১০ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে। | A las doce la noche, sin distinción de origen o nacionalidades, levantamos las copas y brindamos. |
28 | উরুগুইয়ান ভাল্ডেমার ফন্তেস নামক দ্বিতীয় ব্লগে জানা যাচ্ছে যে এই অভিযান কর্মীরা কিভাবে আর্টিগাস সাইয়েন্টিফিক বেইজে বড়দিন উদযাপন করেছে। | Lo mejor de la velada, fue la llegada de Papá Noel, que viajando en la pala del tractor de la Base, llegó hasta nuestro comedor y uno a uno, fue entregando regalitos a quienes se habían portado bien. |
29 | আর্টিগাস সায়েন্টিফিক বেস-এ বড়দিনে ডিনার করার ছবি। এই ছবিটি এ্যান্টারকোস ২৫ দল কর্তৃক তোলা এবং অনুমতি নিয়ে ছাপানো হলো | No dia 24 de Dezembro de 2008 a equipe Antarkos 25, uma equipe de cientistas Uruguaios e Alemães, comemora o Natal como se fosse uma família. |
30 | ২০০৮ -এর ডিসেম্বরের ২৪ তারিখে এ্যান্টার্কোস ২৫ নামের অভিযাত্রীর দলটি যাদের অ্যার্ন্টাকটিকাকে বড়দিন উদযাপন করেন। | |
31 | দলটির মধ্যে মধ্যে জার্মান এবং উরুগুয়ের বিজ্ঞানীরা ছিলেন। | Compartilhamos uma ceia com guloseimas, Pão doce e Tortas Alemãs, e desfrutamos um delicioso lombo assado. |
32 | তারা একটি পরিবারের মতো করে এই উৎসব উদযাপন করেন। | À meia-noite, sem distinção de origem ou nacionalidade, nos fizemos um brinde. |
33 | আমরা ভাগাভাগি করে রাতের খাবার খাই। এর মধ্যে ছিল ঐতিহ্যবাহী ক্যান্ডি, মিষ্টি পাউরুটি, জার্মান কেক, এবং সুস্বাদু ওভেনে সেঁকা শুকরের মাংস। | A melhor parte da noite foi a chegada do Papai Noel, que se deslocou na pá do trator de neve da base, e que ao chegar a sala de jantar distribuiu presentes para todos. |
34 | ঠিক রাত ১২ টায় কোন ব্যক্তি শেকড় বা জাতীয়তার পার্থক্য ছাড়াই আমরা আমাদের কাপ ও টোস্টগুলো তুলে ধরলাম। | |
35 | এই অনুষ্ঠানের সবচেয়ে সেরা দিকটি ছিল সান্তাক্লজের আগমন। | Parte II sobre blogueiros Argentinos na Antártida será publicada posteriormente. |
36 | তার কাজের মধ্যে ছিল ঘাটির একটি ট্রাক্টরে চড়ে বরফ ফেলার বেলচা নিয়ে ঘোরা, আমাদের খাবার ঘরে আগমন এবং যারা ভালো ছিল একে একে তাদেরকে উপহার বিতরন করা। | |
37 | দ্বিতীয় পর্বে থাকবে আর্জেন্টিনার ব্লগারদের অ্যার্ন্টাকটিকা সমন্ধে অভিজ্ঞতা যা পরবর্তী সপ্তাহে প্রকাশিত হবে। | |