# | ben | por |
---|
1 | দক্ষিণ-পশ্চিম মেক্সিকোতে পাওয়া মৃতদেহ নিখোঁজ আয়তজিনাপা শিক্ষার্থীদের নয় | Corpos encontrados em três localidades mexicanas não são dos estudantes desaparecidos |
2 | কলম্বিয়ার বোগটাতে অবস্থিত মেক্সিকান দূতাবাসের সামনে ৭ নভেম্বর তারিখে নিখোঁজ মেক্সিকান শিক্ষার্থীদের প্রতিকৃতিতে কার্নেশন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি। | Fotos dos estudantes mexicanos desaparecidos durante ato simbólico em frente a embaixada do México em Bogotá, Colômbia na sexta-feira, 7 de novembro de 2014. |
3 | ছবি সূত্র এজেন্সিয়া প্রেনসা রুরাল এর ফ্লিকর একাউন্ট। | Imagem: Agencia Imprensa Rural. CC BY-NC-ND 2.0 |
4 | এ মামলা নিয়ে কাজ করা আর্জেন্টাইন ফরেনসিক বিশেষজ্ঞ ঘোষণা দিয়েছেন যে মেক্সিকোর গুয়েরেরো রাজ্যে সেরো ভিয়েজো, লা পারোটা এবং কোকুলা এলাকার বিভিন্ন আবর্জনার স্তূপে খুঁজে পাওয়া দেহাবশেষগুলো আয়তজিনাপার রাউল ইসিদ্রো বুরজোস রুরাল টিচারস কলেজের নিখোঁজ হওয়া ৪৩ জন শিক্ষার্থীদের কারও নয়। | |
5 | সংবাদ প্রচার মাধ্যম টেলিসুর মেক্সিকো এ বিষয়ে একটি বিশেষ রিপোর্ট সম্প্রচার করেছেঃ | Esta matéria contém links que levam a outras páginas, inclusive noutros idiomas, caso você queira aprofundar no assunto. |
6 | ভিডিওঃ আর্জেন্টাইন ফরেনসিক বিশেষজ্ঞঃ খুঁজে পাওয়া দেহাবশেষগুলো আয়তজিনাপার শিক্ষার্থীদের নয়। | |
7 | #আয়তজিনাপাসোমোসটোডোস এ ঘটনার শিকার পরিবারগুলোর অনুরোধে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে আর্জেন্টাইন ফরেনসিক নৃতত্ত্ববিদদের একটি দল (স্প্যানীশ ভাষায় ইএএএফ) মেক্সিকোর দক্ষিণে ইগুয়ালা এবং কোকুলা পৌরসভায় অবস্থিত অবৈধ গণকবরগুলো নিয়ে তদন্ত করছেন। | Os restos mortais recuperados nas localidades de Cerro Viejo, La Parota e Basurero de Cocula no estado mexicano de Guerrero não correspondem aos 43 estudantes desaparecidos, de acordo com o comunicado da Equipe Argentina de Antropologia Forense (EAAF) divulgado no dia 11 de novembro de 2014. |
8 | ইগুয়ালার পুলিশ বাহিনী এবং গুয়েরেরোস ইউনিডোস সন্ত্রাসী দলের মাঝে সহিংসতায় গত ২৬ সেপ্টেম্বর তারিখে সেখানে ৬ জন নিহত, ২৫ জন আহত হয়েছেন এবং ৪৩ জন এখনও নিখোঁজ রয়েছেন। | O canal TeleSUR México divulgou uma notícia a respeito do resultado das análises das 24 amostras, nenhuma pertence aos alunos da Escola Normal Rural de Ayotzinapa Raúl Isidro Burgos. |
9 | ইএএএফ তাদের তদন্তের ফলাফল ঘোষণা করতে একটি সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেছেনঃ | Video: Restos hallados no son de alumnos de Ayotzinapa: forenses argentinos http://t.co/h76gARadRR #AyotzinapaSomosTodos |
10 | এখানে উল্লেখ করা অত্যন্ত জরুরি যে সর্বমোট খুঁজে পাওয়া মৃতদেহের সংখ্যার মধ্যে প্রাথমিকভাবে ২৮ টি মৃতদেহ গুয়েরেরোর পিজিজে (জেলা এটর্নির দপ্তর) দপ্তরের খুঁজে বের করা পাঁচটি কবর থেকে এবং বাকি দুইটি মৃতদেহ পিজিআর দপ্তরের (এটর্নি জেনারেলের দপ্তর) খুঁজে বের করা ষষ্ঠ কবর থেকে পাওয়া গেছে। | Desde as primeiras semanas de outubro a EAAF trabalha a pedido dos familiares das vitimas, nas sepulturas ilegais localizadas nos municípios de Iguala e Cocula no sul do México. Local onde, no dia 26 de setembro de 2014, seis pessoas morreram, 25 ficaram feridas e 43 desaparecem em um confronto entre a polícia de Iguala e o grupo criminal Guerreros Unidos. |
11 | মেক্সিকোর এটর্নি জেনারেল জেসাস মুরিলো কারামের মতে, শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। তাদের মৃতদেহগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। | “Deve chamar a atenção sobre a totalidade dos restos mortais recuperados neste local, 28 deles foram recuperados inicialmente pela PGJ de Guerrero (Escritório do Procurador Distrital), e os dois restantes pela PGR (Escritório do Procurador Geral) de uma sexta sepultura” detalhou o EAAF. |
12 | আর পুড়িয়ে ফেলার পর ছাইগুলো কোকুলা শহরের আবর্জনার স্তূপের খুব কাছে সান জুয়ান নদীতে ফেলে দেয়া হয়েছে। | De acordo com o procurador-geral do México, Jesús Murillo Karam, os estudantes foram assassinados, queimados e espalhados no rio San Juan, próximo a Cocula. |
13 | নিখোঁজ হওয়ার দিনে আয়তজিনাপার শিক্ষার্থীরা তাদের বিভিন্ন কার্যক্রমের জন্য তহবিল গঠন করতে অর্থ সংগ্রহ করতে যাচ্ছিল। | As declarações que causaram espanto, raiva e indignação entre as famílias e os cidadãos mexicanos foram feitas sem qualquer certeza: os corpos não foram encontrados e estes fatos são baseados em “confissões“. |
14 | স্প্যানিশ জার্নাল এল পাইসের মতে, তহবিলের জন্য অর্থ সংগ্রহ করতে কেন্দ্রীয় মহাসড়কগুলোতে, কিছু কিছু দোকানে ঢুকে, এমনকি একটি প্রধান সড়কের কোনাকুনি পথ ধরে হেঁটে তারা অর্থ সাহায্য চেয়েছে। | No dia do desaparecimento, os estudantes saíram para arrecadar fundos para as suas atividades. Isso significava pedir doações pelas ruas centrais, entrar em algumas lojas e até mesmo andar por algumas avenidas, de acordo com o jornal El Pais. |
15 | গত বছরের জুন মাসে গ্রামীণ নেতা আরতুরো কারদোনাকে অত্যাচার এবং হত্যার জন্য শিক্ষার্থীরা ইগুয়ালার মেয়র জোসে লুইস আবারকা ভেলাজকুয়েজকে দোষী সাব্যস্ত করে এবং তারা নগর কাউন্সিল বিল্ডিং আক্রমণ করে। | Em junho do ano passado, os alunos culparam o prefeito de Iguala, José Luis Abarca Velázquez, pelo assassinato e tortura do líder camponês Arturo Hernández Cardona e atacaram a prefeitura em protesto. |
16 | শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংস আচরনের আদেশ দেয়ার অপরাধে কর্তৃপক্ষ আবারকা এবং তাঁর স্ত্রী মারিয়া ডি লো এঞ্জেলেস পিনেদাকে চিহ্নিত করে এবং ৪ নভেম্বর তারিখে তাদের গ্রেপ্তার করা হয়। | Abarca, e sua esposa, María de los Ángeles Pineda, foram identificados como responsáveis por ordenarem atacar os estudantes capturados no último dia 04 de novembro. Global Voices está fazendo uma cobertura especial sobre estes acontecimentos. |
17 | এত কিছুর পরেও শিক্ষার্থীরা নিখোঁজ রয়েছে। | Enquanto isso, a questão permanece em aberto, como disse Tatosky em sua conta no twitter. |
18 | টেটোস্কি তেমনটাই টুইট করেছেনঃ los forenses argentinos dicen que los restos en basural no son de los estudiantes de #ayotzinapa…… dónde están los #43? | Os investigadores argentinos dizem que os restos mortais em lixão não são dos estudantes de #ayotzinapa…… onde estão os #43? |
19 | #SOSMexico | #SOSMexico |
20 | - Tatosky (@TatodelTw) November 11, 2014 আর্জেন্টাইন ফরেনসিক বিশেষজ্ঞ বলছেন, আবর্জনার স্তূপে খুঁজে পাওয়া দেহাবশেষগুলো #আয়তজিনাপা শিক্ষার্থীদের নয়… তবে সেই #৪৩ জন কোথায় আছেন? | E novas perguntas surgiram, como aponta a companhia de teatro Tepito Arte Acá da Cidade do México em sua conta do Twitter: |
21 | তবে এতে নতুন করে বেশ কিছু প্রশ্ন উঠেছে। মেক্সিকো সিটি থেকে টেপিটো আরটে আকা নামক একটি থিয়েটার কোম্পানি টুইটারে প্রশ্ন করেছেঃ | A equipe de investigadores argentinos assinalaram que os restos mortais nas valas não são dos estudantes… Quem são eles? http://t.co/vkpVkjOMCU |
22 | ফরেনসিক দলটি উল্লেখ করেছে, গন কবরে খুঁজে পাওয়া দেহাবশেষগুলো শিক্ষার্থীদের নয়… তবে মৃতদেহগুলো কাদের? | |
23 | গন কবরগুলো খুঁজে পাওয়ায় মেক্সিকান জনগণের মনের ব্যথা কেবল বেড়েছেইঃ | A descoberta de mais sepulturas intensificou a dor entre os mexicanos. |
24 | একটি ফরেনসিক কাজের জন্য আমার গুয়েরেরোর মাটি খনন করা হচ্ছে। এই পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। | @ramz_z13 escavar o nosso solo guerrerense é um ato de investigação. |
25 | আয়তজিনাপা বিশ্ববিদ্যালয়টি যেখানে অবস্থিত, সেই টিক্সটলাতে আমি বসবাস করি। | É dolorosa a situação, vivo em tixtla onde está a ayotzinapa. |
26 | ইএএএফ তাদের বিবৃতিতে ব্যাখ্যা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বোড টেকনোলজি গ্রুপ এই দেহাবশেষগুলোর জীনগত পরীক্ষা সম্পন্ন করেছে। | O EAAF explicou em comunidado que a perícia que busca identificação dos restos mortais tem obtido os resultados genéticos do Laboratório The Bode Technology Group localizado nos Estados Unidos. |
27 | মেক্সিকান জেনারেল এটর্নির দপ্তর থেকে গভীর সরু উপত্যকা এবং কোকুলা নদীতে আবিষ্কৃত একটি গন কবর থেকে খুঁজে পাওয়া মৃতদেহের ভিন্ন আরেকটি সেট অস্ট্রিয়ার ইনসব্রাক বিশ্ববিদ্যালয়ে সনাক্তকরণের জন্য পাঠানো হবে। | O gabinete do procurador-geral mexicano enviará um conjunto diferente de restos mortais de uma vala comum descoberta em um barranco e no rio Cocula para a Universidade de Innsbruck, na Áustria, para identificação. |
28 | মেক্সিকোর হারিয়ে #আয়তজিনাপা শিক্ষার্থীদের ফিরিয়ে আনুনঃ হ্যাশট্যাগটিতে আমাদের বিস্তারিত কভারেজ দেখুন। | |