Sentence alignment for gv-ben-20101115-13372.xml (html) - gv-por-20101111-12837.xml (html)

#benpor
1ভিডিও: সমকামী কিশোরদের জন্য ইট গেটস বেটার প্রকল্পVídeo: Tudo Vai Melhorar para a Juventude Gay
2কিশোর পুরুষ সমকামীদের আত্মহত্যার প্রবণতা থেকে রক্ষা করার এক উপায় হিসেবে ড্যান স্যাভেজ, ইট গেটস বেটার প্রজেক্ট নামের একটি প্রকল্প চালু করছেন, যেখানে ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে পুরুষ সমকামীর জীবন কেমন হতে পারে: তা অনেক উন্নত হতে পারে।O Projeto “It Gets Better Project” [Tudo Vai Melhorar, en] foi iniciado por Dan Savage, como forma de prevenir que os adolescentes gays cometam suicídio através da realização de vídeos explicando que a vida adulta gay poderia ser muito melhor.
3এবং বিশ্বের অনেক প্রান্ত থেকে অন্য ব্যক্তিরা তাদের জীবনের ঘটনা জানাচ্ছে।E de diferentes cantos do mundo, outras pessoas também estão compartilhando suas histórias.
4ডেভ বলছে কি ভাবে ইজরায়েলের ধর্মীয় এক মিশনারী পরিবারে সে বেড়ে উঠেছে, এমনকি কি ভাবে সে তার সমস্যা সমাধানের জন্য শয়তান তাড়ানোর মত বিষয়ের কথা ভেবেছিল এবং যৌনতার শুরুর সময়, সে বিষয়ে তার প্রচেষ্টা ও ধর্মীয় জ্ঞানের সাথে তা মেলানোর বিষয় সম্বন্ধে সে বলছে।Dave [en] fala sobre crescer em uma família de missionários religiosos em Israel, como ele mesmo chegou a pensar que o exorcismo seria uma solução para seus problemas e sobre seus esforços para tentar dar sentido a sua fé no que se refere à sua orientação sexual.
5ফিনল্যান্ড থেকে একদল ব্যক্তি সমকামী হিসেবে তাদের বেড়ে ওঠার কাহিনী জানাচ্ছে।Da Finlândia, um grupo de pessoas partilha as suas experiências de como é crescer gay.
6টেডএক্সহেলসিঙ্কি সম্মেলনে এই ভিডিও প্রদর্শিত হয়েছিল।O vídeo foi apresentado na conferência TedXHelsinki.
7সুইডিশ ও ইংরেজী ভাষায় এর মুদ্রিত সংলাপ বা সাবটাইটেল প্রদান করা হয়েছে।Está legendado em Sueco e Inglês:
8বাসহার মাকহায় বলছে, একজন মধ্য পুর্বদেশীয় পুরুষ সমকামী হিসেবে তার পরিচয়কে গ্রহণ করার প্রক্রিয়ার কথা, অথবা সে নিজেকে এক পুরুষ সমকামী চালডিয়ান (ইরাকী খ্রীষ্টান সম্প্রদায়) ইরাকী-আমেরিকান আধুনিক খ্রীষ্টান মানব বলে অভিহিত করে।Bashar Makhay fala sobre o processo de aceitação de sua identidade como um homem gay do Oriente Médio, ou como ele chama a si mesmo, um ” homem gay caldeu iraquiano americano cristão progressista”.
9এই ভিডিওর যদি সিসি চাবিটি টিপেন তাহলে আপনি ইংরেজী সাবটাইটেল দেখতে পাবেন:O vídeo tem legendas em Inglês, basta pressionar o botão cc:
10এক তরুণ মুসলিম পুরুষ সমকামী, পাকিস্তানের এক শিয়া মুসলিম পরিবারে অত্যন্ত ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠার বিষয় সম্বন্ধে বলছে; কি ভাবে সেখানে সে হয়রানির মত বিষয় মোকাবেলা করেছে, তার ধর্মীয় বিশ্বাস এবং তার যৌনতার বিষয়টিকে পরিবার কি ভাবে দেখেছিল সে বিষয় সম্বন্ধে জানাচ্ছে:Um jovem gay muçulmano fala sobre crescer em um lar muito religioso shia muçulmano do Paquistão: como ele lidou com o assédio, suas crenças religiosas e aceitação de sua família ao assumir sua sexualidade:
11স্প্যানিশভাষী সম্প্রদায় থেকে “টোডো ভা আ মেখোরার” শিরোনামে বেশ কয়েকটি ভিডিও পাওয়া গেছে।Da comunidade de falantes da língua espanhola, há vários vídeos encontrados sob o título “Todo va um Mejorar”.
12এ রকম একটি ভিডিও উঠিয়ে দিয়েছে গুয়াতেমালার কনস্টানটিনো, যে এখন নিউ ইয়র্ক শহরে বাস করছে।Um vídeo foi carregado por Constantino da Guatemal, que atualmente vive em Nova York.
13একটি অন্ধ স্বদেশভক্ত এক সমাজে বেড় ওঠা, তার দ্বিধা এবং কি ভাবে সে সমাজে আটকে যাওয়া এবং স্বপ্নের অনুসরণ করার জন্য যে অনেক দুর যেতে হয়, এ সব বিষয়ে সে কথা বলছে। বর্তমানে সে তার স্বপ্নের জগতে বাস করছেন।Ele fala sobre como foi crescer em uma sociedade chauvinista, suas dúvidas e como apenas segurando as pontas e seguindo seus sonhos pode-se percorrer um longo caminho: Ele está vivendo o seu sonho agora.
14গ্রীসের প্রথম প্রজন্মের এক অভিবাসী হিসেবে গ্রীককাব বলছে নিজের কাছে সৎ থাকার গুরুত্বের কথা। যদিও ঐতিহ্যগত সংস্কৃতির ধারা, সুখী হবার ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ মনে নাও হতে পারে এবং সব শেষে, তিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া যে কোন গ্রীক সমকামী কিশোরের জন্য এক বিশেষ বার্তা ধারণ করেছেন:Parte de uma primeira geração de imigrantes da Grécia, o greekcub fala da importância de ser fiel a si mesmo, apesar das normas culturais tradicionais pareçam incompatíveis com a felicidade, e no final, ele registra uma mensagem especial para todos os adolescentes gregos gays atravessando momentos difíceis :
15E, finalmente, Kelly Kim explica em ASL como foi para ele crescer sendo gozado por ser surdo e constantemente intimidado, com medo da reação de sua família coreana com sua identidade sexual, até que finalmente decidiu sair do armário.
16এবং সবশেষে এএসএল-এ কেলি কিম ব্যাখ্যা করছে, বধির হবার কারণে তার বেড়ে ওঠার মত বিষয়টিকে বেছে নেওয়া হয়েছে এবং তাকে পীড়ন করা হয়েছে।O vídeo está legendado em Inglês: Há muito mais vídeos, tanto no site do Projeto “It Gets Better”, como no YouTube.
17যতক্ষণ না সে চূড়ান্তভাবে তার গোপন আচরণ প্রকাশের সিদ্ধান্ত নেয়, ততক্ষণ সে তার যৌন আচরণের প্রতি তার কোরিয় পরিবার প্রতিক্রিয়া কি সেটি নিয়ে সে শঙ্কিত ছিল।Espera-se que qualquer adolescente intimidado por ser diferente, seja capaz de encontrar apoio e inspiração nesses vídeos e histórias. --
18এই ভিডিওটি ইংরেজীতে করা হয়েছে। ইট গেটস বেটার প্রজেক্ট ও একই সাথে ইউটিউবে এ রকম আরো অনেক ভিডিও পাওয়া যাবে।Nota da tradutora: Veja também este post em português sobre o assunto.
19আশা করা যায়, আলাদা হবার কারণে কোন কিশোর যদি পীড়নের শিকার হয়, তাহলে এই সমস্ত ভিডিও দেখে এবং গল্পগুলো শুনে সে সমর্থন এবং উৎসাহ লাভ করবে।E que tal fazer o seu vídeo? Compartilhe sua experiência.