Sentence alignment for gv-ben-20100814-12347.xml (html) - gv-por-20100812-11289.xml (html)

#benpor
1জর্জিয়া: দক্ষিণ ওসেটিয়া যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীGeórgia: Segundo aniversário da Guerra da Ossétia do Sul
2জর্জিয়া যখন রাশিয়ার সাথে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দক্ষিণ ওসেটিয়া নিয়ে ২০০৮ সালের যুদ্ধের দ্বিতীয় বার্ষিকী পালন করছে তখন অনলাইন প্রতিক্রিয়াগুলো ছিল মিশ্রিত এবং ভূরাজনৈতিক ভাবে সেগুলো ছিল মেরুকৃত।Ao tempo em que a Geórgia marcava o segundo aniversário da sua guerra contra a Rússia de agosto 2008 na questão do território separatista da Ossétia do Sul, a reação online foi misturada e em grande medida polarizada por razões geopolíticas.
3ইভোলুতসিয়া ব্লগ যেমন এই সংঘাতকে জর্জিয়ার দৃষ্টিকোণে দেখছে।Evolutsia, por exemplo, aborda o conflito a partir de uma perspectiva principalmente pró-georgiana.
4[…] অনেক বিশেষজ্ঞই, যদিও তারা এই অঞ্চল কোন দিকে যাচ্ছে তা নিয়ে দ্বিমত করেন, এখন স্বীকার করছেন যে এই যুদ্ধ শুধুই ২০০৮ সালের ঘটনাবলীর ফলশ্রুতিতে হয়নি, বরং এর মূল আরও অনেক পূর্বে।[…] A maioria dos especialistas agora concorda, mesmo que discordem da orientação final da região, que a guerra estava longe de ser apenas um produto de 2008, mas tinha raízes muito mais antigas.
5সত্যি, ককেশাসে রাশিয়ার জড়ানোর ব্যাপারটি বেশ কয়েক শতাব্দী ধরেই চলছে এবং অনেক শিক্ষাবিদই হয়ত ২০০৮ সালের আগষ্ট মাসের যুদ্ধকে ১৮ শতক এবং ১৯ শতক এর রাশিয়ার জারদের আগ্রাসনের সাথে সম্পর্ক আছে বলবে।[ …]Na verdade, o envolvimento da Rússia no Cáucaso tem sido há vários séculos na tomada [ou conquista da região], e o estudioso mais empreendedor pode, de forma realista, rastrear as raízes da guerra de Agosto de 2008 até a expansão da Rússia czarista, nos séculos 18 e 19. […]
6[…] এক দিকে আপনি আমেরিকার সিনেটর জন ম্যাকেইনের কথা দেখেন, যিনি সম্প্রতি একটি ওয়াশিংটন পোস্টের উপসম্পাদকীয়তে লিখেছেন যে ২০০৮ সালের যুদ্ধের পর অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু কোনটিই ভালোর জন্যে হয় নি। […]Por um lado, você tem as palavras do senador americano John McCain, que declarou recentemente em um artigo de opinião no Washington Post que muita coisa mudou desde 2008, mas nada “para melhor.”
7অন্যদিকে জর্জিয়ার রাজনীতি-বিজ্ঞানী ঘিয়া নদিয়া রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি ওয়েবসাইটের একটি কলাম এ লিখেছেন যে এই অঞ্চলের দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক বলয়ে এই যুদ্ধ কোন প্রভাব ফেলে নি।Por outro lado, o cientista político georgiano Ghia Nodia, em uma coluna para o site Free Europe/Radio Liberty, minimiza a importância da guerra e seus efeitos geopolíticos a longo prazo.
8[..] “এই যুদ্ধ জর্জিয়াতে নৈরাজ্য সৃষ্টি করে নি যা একটি গুরুতর রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে।”[…] “A guerra não produziu caos na Geórgia ou provocou uma grave crise política ou econômica.”
9তাহলে কে ঠিক বলছে?Então, quem entendeu direito?
10[…] যদি আমরা যুদ্ধের মানবিক ও বৈষয়িক ক্ষতির বিষয়টি উপেক্ষা করি, তবে সবচেয়ে খারাপ যা হয়েছে যা হচ্ছে জর্জিয়া কিছু অঞ্চল হারিয়েছে - যার মধ্যে অনেক অংশই এটি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করত না যুদ্ধের আগে - এবং এর গর্বের কিছুটা ছেদ পরেছে।[…] Na pior das hipóteses, a Geórgia perdeu alguns territórios - a maioria dos quais não tinha realmente antes da guerra, de qualquer maneira - e levou um duro golpe em seu orgulho, para não mencionar o custo humano e material de guerra.
11আর এই যুদ্ধ এই অঞ্চল নিয়ে রাশিয়ার কুমতলবকে উন্মোচন করে দিয়েছে - জর্জিয়া ক্রেমলিনের পুতুল রাষ্ট্র বা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত হওয়া থেকে বেঁচে গেছে।Na melhor das hipóteses, a guerra expôs claramente as intenções da Rússia na região e falhou em transformar a Geórgia em um vassalo do Kremlin ou em um Estado Falido.
12জর্জিয়ার গনে রাশিয়ার চেকপয়েন্ট © অনিক ক্রিকোরিয়ান ২০০৮Posto de fronteira russo em Gori, Geórgia © Onnik Krikorian 2008
13ওদিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে ৫০জন জর্জিয়ান সমবেত হয়েছিলেন রাশিয়ার আগ্রাসন নিয়ে প্রতিবাদ করতে।Enquanto isso, em Nova Iorque, cerca de 50 georgianos realizaram uma manifestação em frente às Nações Unidas contra o que eles consideraram ser uma agressão russa contra um de seus ex-satélites.
14ভয়েসেস ফ্রম রাশিয়া জানাচ্ছে যে মস্কোতে একটি মোমের আলোর মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।O Voices from Russia [Vozes da Rússia] relatou que uma missa e vigília à luz de velas foi realizada em Moscou.
15সবাই দক্ষিণ ওসেটিয়ার এই যুদ্ধের ঘটনাগুলো মনে করতে পারে।Todos se lembram da cronologia destes eventos na Ossétia do Sul de cór.
16৭ই আগষ্ট সন্ধ্যায় জর্জিয়ার টেলিভিশনে রাষ্ট্রপতি মিখাইল শাকাসভিলি প্রতীজ্ঞা করেন যে তিনি যুদ্ধে যাবেন না এবং দক্ষিণ ওসেটিয়া শান্তিতে ঘুমাতে যেতে পারে।NA manhã de 7 de agosto, na TV georgiana, Mikhail Saakashvili prometeu que ele não iria à guerra, e que a Ossétia do Sul poderia dormir em paz.
17সবাই বাড়ি ফিরে যায় এবং এক ঘন্টার মধ্যেই তাসখিনভ্যালী রকেট লঞ্চারের তোপের মুখে পরে।As pessoas foram para casa e, literalmente, em uma hora, Tskhinvali foi engolfada por fogo de lançadores de foguetes Grad.
18লোকজন মনে করতে পারে কিভাবে শহরটি পুড়তে থাকে এবং শিশুরা মাটির নীচের কক্ষে লুকায়। ওদিকে ট্যাংকগুলো সামনে থেকে সাধারণ জনগণকে গুলি করে।As pessoas se lembram de como a cidade queimou, enquanto crianças se escondiam nos porões, enquanto tanques atiravam em civis a queima-roupa.
19এইসব দিনগুলি মানুষ চিরদিন স্মরণ রাখবে। […]Estes dias permanecerão para sempre me nossas memórias.
20যদিও এই দুটি মন্তব্য পুরো চিত্রটি দেয় এবং অনেকেই বিশ্বাস করে যে রাশিয়া জর্জিয়াকে উস্কিয়েছে, কিন্তু ইউরোপীয়ান ইউনিয়নের একটি রিপোর্ট রাষ্ট্রপতি মিখাইল শাকাসভিলিকে প্রথম গুলি ছোড়ার অভিযোগে অভিযুক্ত করে। থ্রী কিংস ব্লগ বলছে যে এই যুদ্ধ জর্জিয়ার অভ্যন্তরীণ সমস্যার গতিপথ পরিবর্তন করতে ব্যবহার করা হয়েছিল।Embora ambas as opiniões, sem dúvida, talvez pintem um quadro completo, com muitas pessoas acreditando que a Rússia tenha provocado a Geórgia, mas com um relatório da União Européia claramente acusando o presidente georgiano, Mikhail Saakashvili, de culpa pelos primeiros tiros disparados em agosto de 2008, Three Kings [Três Reis] diz que a guerra continua a ser manipulada dentro da Geórgia para o consumo interno doméstico.
21সত্যিই এই ব্লগ বলছে যে শাকাসভিলি সামরিক হারকে তার ব্যক্তিগত রাজনৈতিক বিজয়ে পরিণত করেছেন এবং জর্জিয়ার রাজধানী তিবলিসিতে এই বার্ষিকী উদযাপন করছেন আতশবাজি পুড়িয়ে।Sem dúvid,a diz o blog, Saakashvili começou a transformar a derrota militar em uma vitória política pessoal com fogos de artifício iluminando a noite em Tbilisi, a capital georgiana, para marcar o aniversário.
22জর্জিয়ার রাষ্ট্রপতি মিখাইল সাকাসভিলি তার রাষ্ট্রপতি মেয়াদকালের সবচেয়ে বোকার মত ভুলকে চাপা দিতে পেরেছেন।[ …]
23এটি সত্যিই দু:খজনক যে এইসব অদ্ভুত উপায়ে জর্জিয়া নিজেকে প্রতারণা করে চলে […] আর এর দায়ভার পরে রাশিয়ার পতনের পর থেকে বিচ্ছিন্নতাবাদী এই অঞ্চল নিয়ে তাদের একরোখা রাজনীতির উপর।É triste para mim como a Geórgia continua a enganar-se de formas tão absurdas […] e a maior parte da culpa pelo que cai sobre as políticas teimosas da Geórgia para estas repúblicas separatistas desde a queda da União Soviética.
24রাশিয়া কি এখানে বেশ প্রভাব বিস্তার করেছিল?A Rússia tem sido uma influência útil aqui?
25মনে হয় অবশ্যই না।Certamente que não.
26তারা কি ২০০৮ সালে শাকাসভিলি সরকারের পতন ঘটাতে চেয়েছিল?Eles queriam derrubar o regime de Saakashvili em 2008?
27মনে হয় এটাই ঠিক।Certamente.
28জর্জিয়ার সেনাবাহিনী কি তাদের থামাতে পেরেছিল?Eles foram impedidos de fazê-lo pelos militares da Geórgia?
29মোটেই না।Nem perto disso.
30কয়েকদিন যুদ্ধের পরেই [..] পুতিন ঠিকমতই বুঝেছিলেন যে তিনি হয়ত পশ্চিমাদের পছন্দের এই ছোট ও গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত দেশটিকে অস্থিতিশীল করার ব্যাপারটিতে হয়ত পার পেয়ে যেতে পারেন, তবে পুরোপরি দখল ও সরকার পরিবর্তনের ফলাফল খুব গুরুতর হতে পারে।
31[…] জর্জিয়ার বিরোধী দলকে রাশিয়া ঘেঁষা বলে থামিয়ে দেয়া হয়েছে এবং শাকাসভিলি কথায় কথায় রাশিয়ার আগ্রাসনের ব্যাপারটি বলেন। […] গত দুই বছরে ফিরে তাকালে বোঝা যায় যে আগষ্ট যুদ্ধে জর্জিয়াই বিজয়ী হিসেবে বের হয়ে এসেছে।Em alguns dias de combates, […] Putin corretamente percebeu que ele poderia sair com a desestabilização de um dos pequenos e estrategicamente localizados países favoritos do ocidente, mas que haveria consequências graves para uma ocupação total e mudança de regime.
32তবে বিজয়ী ছিলনা জর্জিয়ার নাগরিকেরা, বা দেশের ভবিষ্যৎ। মিখাইল সাকাসভিলি জিতেছে আর জর্জিয়া হরে গেছে।Conferência de imprensa de Mikhail Saakashvili, Palácio Presidencial, Tbilisi, Geórgia © Onnik Krikorian 2008
33রাষ্ট্রপতির প্রাসাদে মিখাইল সাকাসভিলির প্রেস কনফারেন্স। তিবলিসি, জর্জিয়া © অনিক ক্রিকোরিয়ান ২০০৮Global Voices monitorou a mídia cidadã durante a guerra de agosto de 2008 e este post foi parte de sua cobertura especial Caucasus Conflict Voices [Vozes do Conflito Caucasiano].
34গ্লোবাল ভয়েসেস ২০০৮ সালের আগষ্ট মাসের যুদ্ধের সময়ে নাগরিক মিডিয়াকে অনুসরণ করেছে এবং এর ককেশাস সংঘাত কণ্ঠ বিশেষ কাভারেজ এ লিপিবদ্ধ করেছে।