Sentence alignment for gv-ben-20140121-40946.xml (html) - gv-por-20140204-50046.xml (html)

#benpor
1কিভাবে কার্টুন চরিত্র ‘মীনা’ বদলে দিচ্ছে মেয়েদের প্রতি দক্ষিণ এশিয়ার সমাজগুলোর নেতিবাচক ধারনাMeena, uma personagem de desenho animado que muda a atitude com relação às meninas no sul da Ásia
2মীনার কমিক বইয়ের কভার পাতা।Capa de um número da história em quadrinhos Meena.
3ছবি ইউনিসেফের সৌজন্যেImagem fornecida pela UNICEF
4আজ থেকে ২০-২৫ বছর আগে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মেয়েদের অবস্থা ছিল করুণ।[Todos os links levam a páginas em inglês, exceto quando outro idioma for indicado]
5তখন গ্রামের বেশির ভাগ মেয়েকে পড়তে দেওয়া হতো না। সবার ধারণা ছিল, মেয়েরা ঘর-সংসার করবে; তাদের লেখাপড়ার কী দরকার।Há apenas duas décadas, a condição de várias mulheres nos países do sul da Ásia era muito ruim.
6অল্প বয়সেই তাদের বিয়ে দেওয়া হতো।Muitas meninas da zona rural não tinham autorização para estudar.
7মেয়েদের চেয়ে ছেলেদের ভালো ভালো খাবার দেওয়া হতো।Elas inevitavelmente se casavam assim que cresciam, então para o que podiam servir os estudos?
8কিন্তু আজ মেয়েদের নিয়ে এই নেতিবাচক ধারনার পরিবর্তন এসেছে।Os meninos recebiam os melhores pedaços durante as refeições e as meninas, os restos.
9এই পরিবর্তনের পেছনে একটি কার্টুন চরিত্রের ব্যাপক ভূমিকা রয়েছে।Mas esta mentalidade discriminatória mudou consideravelmente, em parte, graças a uma personagem de desenho animado.
10সেই কার্টুন চরিত্রের নাম মীনা। এই অঞ্চলের শিশু-কিশোরদের কাছে একটি অতি পরিচিত চরিত্র।A personagem fictícia Meena[pt] aparece no programa de televisão de mesmo nome destinado a crianças no sul da Ásia.
11ইউনিসেফের সহায়তায় এই কার্টুন ধারাবাহিকটি নির্মিত হয়ে থাকে।Promovidos pela UNICEF, Meena e seu programa de tv são muito populares na região.
12A UNICEF desenvolveu o Meena Communication Initiative (MCI) como um projeto de comunicação em larga escala visando mudar a percepção e os comportamentos que dificultam a sobrevivência, a proteção e o desenvolvimento das meninas no sul da Ásia.
13বাংলাদেশ ছিল প্রথম দেশ যেখানে ১৯৯৩ সালে বিটিভিতে মীনার স্কুলে যাওয়ার গল্প দেখানো শুরু হয়।Bangladesh foi o primeiro país a descobrir Meena quando o filme em que ela luta para ir à escola foi transmitido pela televisão nacional de Bangladesh (BTV) em 1993.
14এই কার্টুনের আরও জনপ্রিয় চরিত্র তার ভাই রাজু এবং তার পোষা টিয়াপাখি মিঠু।Entre os personagens secundários das histórias, estão Raju, o irmão de Meena e Mithu seu papagaio de estimação.
15মীনা কার্টুনের মূল চরিত্র মীনা।Essa é a Meena. Imagem de Wikimedia
16ছবি উইকিমিডিয়া থেকে নেয়া হয়েছে।De acordo com um antigo relatório da UNICEF :
17প্রায় দুদশক ধরে মীনা দেখিয়েছে কোটি মেয়েদের কি করা সম্ভব।Desde o seu início, há 14 anos, ela mostrou a milhões de mulheres e meninas aquilo que é possível ser feito.
18সে ইভ টিজিং থেকে শুরু করে এইচআইভি/এইডস বা মেয়েদের খেলার অধিকার সম্পর্কে তথ্য ও সমাধান দিয়েছে।Suas mensagens vão da luta contra o assédio ao combate contra os estigmas do HIV/AIDS, passando pelo direito das garotas fazerem esporte.
19মীনার গল্পগুলো খুবই চিত্তাকর্ষক ও মজার, তবে সেগুলো দক্ষিণ এশিয়ার মেয়েদের বাস্তব সমস্যা নিয়ে কথা বলে তাই হৃদয় ছুঁয়ে যায়।As histórias de Meena são muito divertidas e engraçadas, mas elas refletem também a realidade da vida das meninas no sul da Ásia.
20ইউনিসেফের মীনা কমিউনিকেশন ই্নিশিয়েটিভ নামক প্রচারণার দ্বারা মীনা কার্টুনের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা, স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও ব্যবহারে উৎসাহিত করা, মেয়েদের স্কুলে পাঠানো, কমবয়সী মেয়েদের বিয়ে থেকে স্কুলকে বেশি গুরুত্ব দেওয়া, যৌতুক বন্ধ করা, ছেলে-মেয়ে সমান পুষ্টি ও সুযোগ-সুবিধার দাবিদার, প্রয়োজনীয় ও সমঅধিকার পেলে মেয়েরাও অনেক কিছু হতে পারে তা বোঝানো, শহরের বাসায় বাসায় কাজে সাহায্য করে এমন মেয়েদের প্রতি সুবিচার ও তাঁদের প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে।Meena divulgou mensagens para dar fim ao casamento de crianças e à prática do dote, para promover a utilização de banheiros limpos, a igualdade entre meninos e meninas, o direito à educação dos empregados domésticos e para enviar as meninas à escola. Os episódios colocam em evidência as possíveis contribuições que as garotas podem dar à sociedade se a elas é dada igualdade de oportunidades.
21একটা বাচ্চা মেয়ের মাধ্যমে যে বার্তা দেয়া হচ্ছে, তা সবাইকে প্রভাবিত করছে।Como uma mensagem divulgada por uma menininha de desenho animado pode ser tão poderosa para participar da mudança radical de uma sociedade?
22দৈনিক প্রথম আলো‘কে গৃহবধু নাজনীন রহমান জানিয়েছেন:Naznin Rahman, mãe de família, responde ao Daily Prothom Alo [bengali] :
23আমার মা জোহরা বেগম তাঁর দুই ছেলের বিয়েতে যৌতুক নিয়েছেন।Minha mãe, Zohra Begum, pediu um dote para seus dois filhos mais velhos.
24তখনো টিভিতে মীনা দেখাতে শুরু করেনি।Nessa época, Meena não existia.
25তারপর যেই তিনি মীনা দেখতে শুরু করলেন, তাঁর চরিত্রে মেয়েদের প্রতি আলাদাভাবে একটা সহানুভূতি কাজ করতে লাগল।Desde que ela começou a assistir, ela desenvolveu uma compaixão particular pelas garotas.
26তারপর যখন তাঁর ছোট ছেলের বিয়ে দিলেন, তখনই আমরা বুঝতে পারলাম তিনি মীনার দ্বারা কতটা প্রভাবিত।Quando seu filho caçula se casou, entendemos a que ponto ela tinha sido tocada por Meena.
27আম্মা আমার ছোট ভাইয়ের বিয়েতে যৌতুক নেননি।Ela não pediu o dote para meu irmão.
28ইতিবাচক পরিবর্তন আসার কথা লিখেছেন শুভ অংকুরও:Shuvo Ankur escreveu na página BDNews24.com sobre as mudanças positivas que Meena provocou:
29প্রচার হবার পর থেকেই মীনা পেয়ে যায় দারুন জনপ্রিয়তা।Meena se popularizou desde o início.
30এবং এর ফলে আসতে থাকে বেশ কিছু পরিবর্তন।As mudanças foram logo visíveis.
31আগে গ্রামাঞ্চলে মেয়ে শিশুদেরকে স্কুলে যেতে না দিয়ে বাড়ির কাজ করানো হতো।Antes, na zona rural, as estudantes abandonavam a escola e acabavam trabalhando como domésticas.
32মীনা কার্টুন প্রচার হবার পর থেকে আস্তে আস্তে ঘটতে থাকে পরিবর্তন।Mas a situação mudou com o começo do programa.
33কারণ মীনা কার্টুনেও দেখানো হয়েছে যে তাকে স্কুলে যেতে দেয়া হতো না।Na tela, Meena não tinha autorização para ir à escola no início.
34কিন্তু কিছু ঘটনার পরে তাকে স্কুলে যেতে দেয়া হয়।Mas ela mudou seu destino e obteve permissão para ir à escola.
35এবং মীনা বিভিন্ন বুদ্ধিমত্তার পরিচয় রাখতে থাকে। সে লেখাপড়া শিখে তার বাবাকে ঠকে যাবার হাত থেকে রক্ষা করে।Sua habilidade e sua inteligência permitiram que ele aprendesse a contar e a ter conhecimentos essenciais para evitar que seu pai fosse enganado.
36আবার বাড়ির গরু চুরি ঠেকায়।Ela salvou suas vacas de um ladrão.
37এমনি সব কাজের জন্য মীনা হয়ে যায় সবার জনপ্রিয় এবং সার্কভুক্ত দেশগুলোতে মেয়ে শিশুদেরকে অবহেলাও কমে যেতে থাকে।Sua inteligência se tornou popular e a negligência com relação às meninas nos países do sul asiático começou lentamente a desaparecer.
38সোহানুর রহমান মীনা কার্টুন থেকে অনেক কিছু শেখার কথা উল্লেখ করেছেন:Sohanur Rahman [bengali] escreveu em Kishorebarta.com que esse desenho é extremamente instrutivo:
39[…] মীনার কাছ থেকে আমরা অনেক কিছুই শিখেছি।Nós aprendemos muito com a Meena.
40সেই ৯০ দশক থেকে আজকের দিন প্রযন্ত প্রায় ১৭ বছর ধরে মীনা আমাদের সমাজের প্রতিটি মানুষের মনের মনিকোঠায় একটি উজ্জ্বল চরিত্র হিসেবে স্থান দখল করে নিয়েছে।Desde os anos 90 até hoje, Meena se tornou uma estrela e um personagem central na nossa sociedade.
41টুইটার ব্যবহারকারী বেঙ্গলিথিঙ্কের (@bengalithingss) কাছে মীনা কার্টুন ছিল রোল মডেল:Bengalithings declarou no Twitter que Meena tem um papel de modelo:
42সত্যি বলছি, ছোটবেলায় মীনা কার্টুনের মীনা ছিল আমার রোল মডেল।Falando francamente, Meena, do desenho animado, era um dos modelos da minha infância.
43ইউনিসেফ বাংলাদেশের (@UNICEFBD) টুইটার অ্যাকাউন্ট থেকেও সমাজের নেতিবাচক ধারনা বদলে দেয়ার কথা উল্লেখ করা হয়েছে।A conta da UNICEF Bangladesh no Twitter (@UNICEFBD) lembrou que :
44অ্যানিমেশন চরিত্র মীনা শিশুদের অনুপ্রাণিত করছে, সমাজের নেতিবাচক ধারনা দূর করতে ভুমিকা রাখছে।A personagem Meena continua a influenciar as vidas das crianças e dissipa os estereótipos sociais negativos…
45প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি, ঝরেপড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সামাজিক উদ্বুদ্ধকরণের জন্য প্রতিবছর ২৪ অক্টোবর বাংলাদেশে মীনা দিবস পালিত হয়ে থাকে।Todos os anos, no dia 24 de outubro, a festa da Meena (“Meena Day“) acontece para promover a consciência social da necessidade de escolarização obrigatória, de evitar os abandonos e assegurar uma educação correta. Segundo relatórios [bengali], Meena também se tornou popular fora do sul da Ásia.
46মীনা দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাইরেও জনপ্রিয় হয়েছে।O programa é dublado em mais de 30 línguas, como o árabe, o birmanês e o chinês.
47আরবি, বার্মিজ, চীনাসহ ত্রিশটির বেশি ভাষায় এর ডার্বিং হয়েছে।É possível carregar gratuitamente as histórias em quadrinhos de Meena aqui.
48মীনা কমিক বইগুলো এখানে থেকে ডাউনলোড করা যাবে।Email Traduzido por Ana Luísa Sá