Sentence alignment for gv-ben-20100608-11170.xml (html) - gv-por-20100602-8672.xml (html)

#benpor
1প্যালেস্টাইন: “গাজা তোমাদের বিজয়ী হিসেবে অভিবাদন জানাচ্ছে”Palestina: “Gaza queria cumprimentá-los como vencedores”
2৩১শে মে সোমবার সকালের শুরুতে যখন ফ্রিডম ফ্লোটিলায় মৃত্যুর ঘটনার কথা ছড়িয়ে পড়ে তখন মধ্যপ্রাচ্য এবং সারাবিশ্বের জনতা এক ধাক্কা খায় এবং এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে।Pessoas em todo o Oriente Médio - e em todo o mundo - ficaram chocadas e indignadas com a notícia das mortes a bordo do Flotilha da Liberdade no início na segunda-feira.
3গাজার দিকে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে যেতে থাকা ফ্রিডম ফ্লোটিলা নামক জাহাজের বহরের উপর আক্রমণের সংবাদে ফিলিস্তিনি ব্লগাররা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া প্রকাশ করে।Blogueiros palestinos reagiram imediatamente à notícia da invasão de Israel nos navios com ajuda humanitária que se dirigiam à Gaza. Flotilha da Liberdade - A Caminho [de Gaza
4গন্তব্যে যাওয়ার লক্ষ্যে চলছে ফ্রিডম ফ্লোটিলা- (ছবি ফ্রিগাজার সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে এটিকে পুনরায় প্রকাশ করা হয়েছে)Os estudantes escrevendo para Life on Bir Zeit Campus [Vida no Campus de Bir Zeit] (Birzeit é uma universidade na Cisjordânia) estão chocados com as ações de Israel:
5লাইফ অন বির জেইট ক্যাম্পাস (বিরজেইট পশ্চিম তীরের এক বিশ্ববিদ্যালয়)- ব্লগে যে সমস্ত ছাত্র লেখে তারা ইজরায়েলের এই কাণ্ডে হতভম্ব:
6আজ দিনের শুরুতে তারা যে কাণ্ড ঘটাল তা কোন ভাবে পরিমাপ করা যায় না।O que eles fizeram nas primeiras horas de hoje, é incompreensível.
7এটা বোধহীন একটা কাজ।É insensato.
8এটা ভয়ঙ্কর, অপ্রয়োজনীয় এবং নির্মম।É horrível, desnecessário e brutal.
9[…] সবচেয়ে খারাপ অনুভূতি হচ্ছে এক নি:সঙ্গ অসহায়ত্বের অনুভূতি, যেখানে আপনি কোন কিছু করতে পারছেন না, যেখানে এই সুন্দর আত্মার মানুষগুলো ফ্লোটিলা নামক জাহাজের পাটাতনে (ডেকে) মৃত্যু ও আঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছে এবং মানসিকভাবে সীমাবদ্ধ এক রাষ্ট্রের সন্ত্রাসবাদের শিকার হচ্ছে।[…] O pior sentimento é o do desespero desolado, sabendo que você não pode fazer nada, enquanto estas boas almas na flotilha sofreram morte ou ferimento e ficaram aterrorizadas nas mãos do estado mentalmente desafiado.
10মুতাসাহরিদ গাজার একজন ব্লগার, যিনি বর্তমানে পশ্চিম তীরে বাস করেন এবং ফ্লোটিলার যাত্রীদের প্রতি তার অনুভূতির কথা লিখেছেন।:Mutasharrid é um blogueiro de Gaza estudando atualmente na Cisjordânia, e escreve sobre seus sentimentos em relação aos passageiros da flotilha:
11বিশ্বের মুক্ত মানুষ।Pessoas livres do mundo.
12সামরিক বাহিনীর কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসবাদী ঘটনা ঘটানো।Terroristas com uma ordem do exército.
13না তোমরা অবরোধ ভাঙ্গতে পারোনি।Não, vocês não romperam o cerco.
14তোমাদের পায়ের পাতা সমুদ্রতটে পৌঁছতে পারেনি, যে তীর হুদার কান্না এবং তার বোনের রক্তে উর্বর হবে।Seus dedos dos pés não chegaram à costa, fertilizada pelas lágrimas de Huda e o sangue de suas irmãs.
15তোমরা সেখানে শূন্যে স্বাধীনতার প্রসাদ গড়তে পারোনি।Vocês não construíram o castelo de areia da liberdade lá.
16কিন্তু তোমরা ভেঙ্গে ফেলেছে তার চেয়েও বড় কিছু- যদি আমার আত্মা তোমাদের জন্য বলিদান দিতে পারতাম।Mas vocês quebraram - que minha alma seja sacrificada para você - algo maior.
17তোমরা একটি রাষ্ট্রে স্বচ্ছ চেহারা যা প্রসাধন এবং মিথ্যার উপর তৈরি তা ভেঙ্গে ফেলেছ।Vocês quebraram a imagem de cristal do Estado, construída com base em maquiagem e falsidade.
18তোমরা সমুদ্রে তাদের মিথ্যার মুখোশ খুলে ফেলেছ এবং দেখিয়েছ তাদের রণতরীর বিষদাঁত কত ভয়ঙ্কর, যা এক বাক্স ওষুধ ও হুইলচেয়ারের জন্য সর্বোচ্চ সতর্ক।Ao mar, vocês jogaram sua máscara falsa [de Israel], e mostraram os dentes de uma frota naval, que estava em alerta máximo por causa de uma caixa de remédios e uma cadeira de rodas.
19ফ্রিডম ফ্লোটিলা- ব্যানার (ছবি ফ্রিগাজার, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে এটিকে পুনরায় প্রকাশ করা হয়েছে)Flotilha da Liberdade - Banner (foto de FreeGaza, sob licença Creative Commons)
20গাজা থেকে ব্লগ করেন ওলা। তিনি একটি পোস্ট লিখেছেন যার নাম পাইরেট অফ দা মেডিটেরিনিয়ান (ভূমধ্যসাগরের জলদস্যু):Ola, que bloga no From Gaza [De Gaza], escreve em um post chamado Piratas do Mediterrâneo:
21যারা ভাবে জলদস্যুদের যুগ শেষ হয়ে গেছে… অথবা যা কেবল হলিউডের কাল্পনিক চলচ্চিত্রে নির্দিষ্ট বিষয় হয়ে গেছে…. তোমরা ফ্রিডম ফ্লোটিলায় যারা শহীদ হয়েছ….Para quem pensava que a época dos piratas havia passado… Ou que havia sido confinada à fantasia nos filmes de Hollywood… Pense outra vez!
22গাজা তোমাদের বিজয়ী হিসেবে অভিবাদন জানাতে চায়.. কিন্তু বেহেশত তোমাদের শহীদ হিসেবে গ্রহণ করেছে … সমুদ্রের ঢেউ এবং গাংচিল আর সূর্যান্ত, সকলে তোমাদের জন্য কাঁদছে…Vocês, os mártires da flotilha da liberdade… Gaza queria cumprimentá-los como vencedores… mas o céu os cumprimenta como mártires… As ondas do mar, as gaivotas e o pôr do sol todos choram por vocês…