Sentence alignment for gv-ben-20110120-14943.xml (html) - gv-por-20110122-14604.xml (html)

#benpor
1ক্যামেরুন: আবিষ্কারক, প্রস্তুতকারক এবং নির্মাতাCamarões: Inventores, artesãos e criadores
2আফ্রিগ্যাজেট ব্লগের একটি পোস্ট ভিডিওর মাধ্যমে আমাদের ক্যামেরুনের কয়েকজন কারুশিল্পী এবং কারিগরদের দিকে মনোযোগ আকর্ষণ করছে। বিলি জিমারম্যান এর ২৭ মান্থস নামক ব্লগ “একজন প্রযুক্তিবিদের দৃষ্টিতে ক্যামেরুন” ক্যামেরুনের প্রযুক্তি বিষয়ক তথ্য সংরক্ষণ করছে।Um post no blog AfriGadget chamou a nossa atenção para o trabalho de alguns artesãos e inventores camaroneses que pode ser apreciado por meio dos vídeos feitos por Bill Zimmerman do 27 months, um blog que documenta os “Camarões a partir do ponto de vista de um tecnólogo”.
3ধাতুশিল্প শ্রমিকদের একসাথে কাজ করা (মেটালওয়ার্কার কালেকটিভ)।Coletivo de metalúrgicos por Bill Zimmerman CC/By-NC-SA
4ছবি বিল জিমারম্যানের,-এর সিসি/বাই-এনসি-এসএ প্রথম যে কারিগরদের কথা আমরা তুলে ধরছি তারা হচ্ছে ‘কামার'।O primeiro grupo de artesãos que vamos conhecer são os ferreiros que Zimmerman descreve em Os Extraordinários Fabricantes de Maroua.
5জিমারম্যান, ক্যামেরুনের মারোয়ার এলাকার অসাধারণ কারিগরদের সম্বন্ধে লিখেছেন। তারা ভাঙ্গা লোহার টুকরা গলিয়ে প্রয়োজনীয় সামগ্রী নির্মাণ করে।Eles derretem sucata de metal para fabricar itens utilitários que podem ser vendidos por menos do que a fração do preço que similares importados custam.
6তারা আমদানিকারকদের চেয়ে অনেক কম দামে তা বিক্রি করতে পারে। তারা যেমন কোন জিনিষ হুবহু নকল করতে সক্ষম, তেমনি তারা একই সাথে একে আরো ভালো করে গড়তে সক্ষম এবং এর ডিজাইন উন্নত করে পারদর্শী।Além de copiar peças, eles também modificam e melhoram os projetos, construindo até mesmo suas próprias ferramentas: observe, por exemplo, o fole feito com uma roda de bicicleta que aparece no início do primeiro de três vídeos.
7এমনকি নিজের যন্ত্রপাতি বানানোর ক্ষেত্রেও এমন পারদর্শিতা দেখায়; নীচে এক ভিডিও-তে এর এক উদাহরণ রয়েছে, যেখানে একটি বাইসাইকেলের চাকা তৈরি করা হয়েছে।Dúzias de homens com habilidades especializadas juntam-se aqui com uma única finalidade: transformar pilhas de sucata em ferramentas requintadas, fornos, peças de reposição e outros equipamentos úteis para o comércio com a população local.
8যে তিনটি ভিডিও নীচে প্রদর্শন করা হচ্ছে, তার মধ্যে এটি প্রথম ভিডিও-টি।Jovens aprendizes aprendem o ofício operando os foles ou esculpindo a madeira usada nos cabos das ferramentas.
9বেশ কয়েক ডজন মানুষ, যারা বিশেষ কাজে দক্ষ, তারা একটি উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছে, সেটি হচ্ছে টুকরো লোহার স্তূপ থেকে সুন্দর যন্ত্রপাতি, স্টোভ, বা কোন যন্ত্রের প্রয়োজনীয় অংশ (পার্টস) তৈরি করা এবং স্থানীয় জনতার জন্য প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা।
10তরুণ শিক্ষার্থীরা এখানে কাজ শিখছে অথবা হাপর পরিচলনা করছে, কিংবা কোন যন্ত্রের হাতল বা অন্য কোন কাজের জন্য কাঠ-কে মাপ অনুযায়ী তৈরি করছে।A produção aqui é totalmente manual e em uma escala que só sendo vista para ser totalmente apreciada. Um outro vídeo de Mr. Zimmerman foi gravado no 2009 Agro-Pastoral Show, em Limbe, no sudeste dos Camarões.
11এখানে যে সব যন্ত্র বানানো হয়, তার সবটাই হাতে তৈরি এবং এসব যে মানের, তাতে তাদের প্রশংসা করতে হয়।Nele, um fabricante mostra sua incubadora de ovos de baixo custo, feita em casa:
12জিমারম্যানের আরেকটি ভিডিও, যা তোলা হয়েছে ২০০৯ দক্ষিণ উত্তর ক্যামেরুনের লিম্বে নামক এলাকার কৃষি-সম্বন্ধীয় প্রদর্শনীর উপর তোলা, সেখানে এক কারিগর, তার হাতে তৈরি স্বল্প মূল্যের ডিম ফোটানোর যন্ত্র প্রদর্শন করছে:
13একই প্রদর্শনীতে সে আরেকজন কারুশিল্পীর উপর হুমড়ি খেয়ে পড়েছেন, যার কাজ তার দৃষ্টি আকর্ষণ করেছে:No mesmo Agro Pastoral Show, ele também deparou-se com outro artesão que chamou sua atenção:
14এই সকল কিছুর প্রদর্শন সত্ত্বেও, একজন ব্যক্তি এমন কিছু তৈরি করতে পারে, যেগুলোকে প্রায় এক স্বার্থক সৃষ্টি, কাজ, নিজস্ব ডিজাইন বলা যায় এবং সে বাঁশ দিয়ে মুগ্ধতা তৈরি করে।Dentre todas as coisas a mostra, um rapaz se destacou com algumas criações que podem apenas ser descritas como um casamento quase perfeito entre forma, função e design ecológico, com uma certa obsessão pelo bambu.
15লোকুয়ামা কেটুফার বাঁশ দিয়ে সব যাদুকরী সামগ্রী নির্মাণ করেন, তিনি নিজেই নিজের কুটির শিল্প পরিচালনা করে থাকেন।Lekuama Ketuafor é o proprietário do Bamboo Magic, uma indústria caseira de um homem só que ele começou para suplementar seu trabalho como professor.
16তিনি তার কাজের বাইরেও এই বিষয়ে সবাইকে শিক্ষা দেবার কাজ শুরু করেছেন। নীচের এই ভিডিওতে আপনি মনোযোগ আকর্ষণ করা এই কারুশিল্পীকে দেখতে পাবেন, যে পা থেকে মাথা পর্যন্ত বাঁশের তৈরি জিনিষ পরে রয়েছে।No vídeo que acompanha o post você pode ver o atraente artista, vestido de bambu da cabeça aos pés, exibindo dois de seus produtos: uma capa para telefone celular e maleta para laptop, também feitos de palha.
17এখানে তার দুটি পণ্য দেখা যাচ্ছে: মোবাইল ফোন এবং ল্যাপটপ-এর বাক্স, যা কিনা বিশেষ ধরনের বাঁশ দিয়ে তৈরি।Você pode ler mais sobre estes e outros empresários camaroneses no blog de Bill Zimmerman 27 months (em inglês).
18জিমারম্যানের ব্লগ ২৭ মান্থস-এ- আপনারা এই বিষয়ে আরো পড়তে পারেন এবং ক্যামেরুনের অন্য সব শিল্প উদ্যোক্তাদের সর্ম্পকে জানতে পারেন।