Sentence alignment for gv-ben-20101231-14333.xml (html) - gv-por-20110106-14011.xml (html)

#benpor
1উইকিলিকস, থাইলিকস, ইন্দোলিকস এবং পিনয়লিকসWikileaks, Thaileaks, Indoleaks, Pinoyleaks
2দক্ষিণপূর্ব এশিয়ায় উইকিলিকস এর অনুরূপ কয়েকটি সাইট চালু হয়েছে; এগুলো হচ্ছে থাইল্যান্ডের থাইলিকস, ইন্দোনেশিয়ার ইন্দোলিকস আর ফিলিপাইনসের পিনয়লিকস।Há clones do Wikileaks [en] no Sudeste Asiático: Thaileaks [en] da Tailândia, Indoleaks [id] da Indonésia e Pinoyleaks [en] das Filipinas.
3এই মাসে সমস্ত ওয়েবসাইট প্রতিষ্ঠা/চালু হয়েছে। উইকিলিকস যে সমস্ত কাজ করা শুরু করেছে, সেগুলোকে সমর্থন করার এবং নিজ নিজ দেশের সরকারের গোপন বিষয় উন্মোচন করার লক্ষ্য এসব সাইট প্রতিষ্ঠা করা হয়েছে।Esses websites foram implementados/revividos este mês para apoiar o trabalho começado pelo Wikileaks e expor documentos secretos dos governos em seus respectivos países.
4থাইলিকস নামক ওয়েব সাইট থাইল্যান্ডে উইকিলিকসকে আবার জাগিয়ে তুলেছে, কারণ থাইল্যান্ড সরকার উইকিলিকস সাইটটি বন্ধ করে রেখেছে।Thaileaks ‘ressuscitou' o Wikileaks na Tailândia depois deste último ter sido bloqueado pelo governo.
5কোন এক অজানা কারণে থাই সরকার সে দেশে উইকিলিকসের সাইটে প্রবেশ বন্ধ করে রেখেছে।Por razões desconhecidas, o governo tailandês bloqueou o acesso ao site Wikileaks.
6এর মানে হল থাইল্যান্ডের ইন্টারনেট ব্যবহারকারীরা এবং ওয়েব ব্যবহারকারীরা বর্তমান নেটভিত্তিক এই স্বাধীনতা আন্দোলনে অংশ নিতে পারছে না।Isso significa que internautas tailandeses não têm permissão para tomar parte no movimento pela liberdade que acontece na rede atualmente.
7বিশ্বের যে কোন প্রান্তেই এটা গ্রহণযোগ্য নয়।Isso não é aceitável em nenhuma parte do mundo.
8যার ফলে আমরা উইকিলিকসে থাইল্যান্ড সংক্রান্ত যত নথি রয়েছে সেগুলোকে সহজে নামানোর ব্যবস্থা করেছি।Por essa razão, nós colocamos todo conteúdo do Wikileaks relacionado à Tailândia disponível para download direto.
9বিশেষ তথ্য-এই লেখাটি থাই রাষ্ট্র বা রাজ পরিবারের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে লেখা হয়নি।Por favor, note: - Não se trata de desrespeito ao Estado tailandês ou à família real.
10এটা তথ্য স্বাধীনতাকে অবাধ করার এক উদ্যোগ।Trata-se de reafirmar a liberdade de informação.
11উইকিলিকসে থাইল্যান্ড সংক্রান্ত যে সব নথি প্রকাশ হয়েছে, থাইকেবলস সেই সব নথি প্রকাশ করেছে।thaicables [en] publicou documentos do Wikileaks relacionados à Tailândia.
12ব্যাংককে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রায় ৩০০০ কেবল বা নথি, যেগুলো মূলত ২০০৫ সাল থেকে ফ্রেব্রুয়ারি- ২০১০ সাল-এর মধ্যে পাঠনো হয়েছে, সেগুলো প্রকাশ করা হয়েছে। এমআইএসটিরি দ্বারা উইকিলিকসে প্রকাশিত নথিপত্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা তৈরির বিষয়টি হবে কেবল এক সময়ের ব্যাপার মাত্র।Com a publicação de aproximadamente 3000 documentos gerados na Embaixada dos Estados Unidos em Bangkok, que em sua maioria foram enviados entre 2005 e fevereiro de 2010, é apenas uma questão de tempo até que o MICT bloqueie o acesso aos documentos do Wikileaks publicados.
13আমরা সেন্সরশিপের বিশ্বাস করি না। আমরা মনে করি যে, উইকিলিকস সহ ইন্টারনেটে যে সমস্ত তথ্য পাওয়া যায়, তাতে থাইল্যান্ডের সকল নাগরিকের প্রবেশের অধিকার থাকা উচিত।Nós realmente não acreditamos em censura e pensamos que todas as pessoas na Tailândia deveriam ter acesso à qualquer informação disponível na internet, o que também inclui o Wikileaks.
14এই কারণে এই ব্লগের উৎপত্তি।Esta é a razão de existir deste blog.
15১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উদযাপন দিনটিতে ইন্দোলিকস চালু করা হয়।Indoleaks foi lançado no dia 10 de dezembro, durante a comemoração do Dia dos Direitos Humanos.
16এর ট্যাগলাইন (মূল বাণী) হচ্ছে “সেবাবা ইনফরমাসি আদালাহ হাক আসিস”, বাংলায় এর অর্থ হচ্ছে “কারণ তথ্যের অধিকার মানুষের মৌলিক অধিকার”।Seu lema “Sebab informasi adalah hak asasi” pode ser traduzido como “Porque a informação é um direito humano.”
17আত্মপ্রকাশের দুদিন পরই, ইন্দোলিকস-এর কর্তারা জানাচ্ছে যে, এই ওয়েবসাইটে প্রবেশ করা লোকজন প্রায় ১০০,০০০ টি নথি নামিয়েছে।Após dois dias na rede, o Indoleaks informou que mais de 100 mil documentos já haviam sido copiados [en] por visitantes do website.
18এক সপ্তাহের মধ্যে প্রায় এক মিলিয়ন ব্যক্তি এই সাইটে প্রবেশ করে।Foram um milhão de acessos em uma semana.
19এখন পর্যন্ত এটা একটিভিস্ট মুনীর হত্যাকাণ্ড, সিডোয়ারজোর ভূমিধস, এবং ইন্দোনেশিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতাদের এক আলাপচারিতার অনুবাদকৃত সরকারি নথি প্রকাশ করেছ। এই আলোচনার বিষয়টি ১৯৭৫ সালে পূর্ব তিমুর এলাকায় ইন্দোনেশিয়ার আক্রমণের আগে দুটি দেশের নেতাদের ইন্দোনেশিয়ার নীতি নিয়ে আলোচনা।Até o momento, foram publicados documentos do governo sobre o assassinado do ativista Munir, o vulcão de lama de Sidoarjo e a transcrição de uma conversa entre lideranças políticas da Indonésia e dos Estados Unidos sobre a política daquele país em relação ao Timor Leste, antes da invasão em dezembro de 1975.
20ইন্দোলিকস-এর গতি লাভের ব্যাপারে আপারকেইস ব্লগ বলছে:Uppercaise [en] escreve sobre o caráter confidencial do Indoleaks:
21এটি ইন্দোনেশিয়ার নাগরিকদের মতামত প্রদান ছাড়াই, মূল নথিপত্র জমা দেয়ার আহ্বান জানাচ্ছে, কারো নাম উল্লেখ না করেই এই সব নথি প্রকাশ করা হচ্ছে।A iniciativa convoca a população da Indonésia a apresentar documentos sem a opinião do emissor para a publicação anônima.
22এই সাইট কোন ব্যাংকের বিস্তারিত হিসাবপত্র, মধ্যবর্তী কোন ঘটনার বর্ণনা বা অন্য কোন ব্যক্তিগত নথি প্রকাশ করছে না।Promete-se não publicar detalhes bancários, reportagens na mídia e outros detalhes pessoais.
23একই সাথে এই ওয়েবসাইটের ত্রুটি সম্বন্ধে তারা লিখেছে:Ele também escreveu sobre os defeitos do website:
24দুর্ভাগ্যজনকভাবে, ইন্দোলিকসের কাজে কিছুটা অপেশাদারিত্ব মনোভাব দেখা যাচ্ছে, যেমন তারা গুগল ডকসের মত গণ সাইটে নথিপত্র প্রকাশ করেছে এবং সাইটের মালিক এক জিমেইলের ঠিকানা ব্যবহার করেছে, এ কারণে যে সমস্ত নথিপত্র প্রকাশিত হয়েছে এবং নাম প্রকাশ না করার মধ্যে যে সমস্ত যোগাযোগ তৈরি করা হয়েছে, সেগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
25এই মুহূর্তে, সাইটের কর্মকর্তারা, যাতে সাইটির সংকেত ভাঙ্গা যাতে না যায়, না তার ব্যবস্থা করেছে, এবং না তারা সাইটে প্রবেশ করা করা ব্যক্তিদের কি ভাবে ইন্টারনেটে নাম গোপন রাখা যায় সে ব্যাপারে কোন উপদেশ প্রদান করছে।Infelizmente, Indoleaks é levemente amador, pois publica documentos em sites abertos como o Google Docs e usa endereços do Gmail como contatos dos responsáveis, o que faz crescer a preocupação sobre a segurança dos documentos publicados e a proteção garantida aos contatos anônimos.
26আর যারা সাইটে প্রবেশ করছে বা কোন তথ্য প্রদান করছে, তাদের পরিচয় গোপন রাখার বা তাদের নিরাপত্তার কোন ব্যবস্থা করা হয়নি। ১ ফ্রেব্রুয়ারি ,২০১১ সাল থেকে পিনয়লিকস নামক সাইটটি ফিলিপাইনসের দুর্নীতির ঘটনার নথিপত্র প্রকাশিত করা শুরু করবে।Neste momento, o site não parece usar comunicação criptografada nem oferece aos seus visitantes conselhos sobre anonimato na Internet ou meios para proteger suas identidades enquanto estiverem navegando nele ou enviando documentos.
27পিনয়লিকস একটি অলাভজনক প্রতিষ্ঠান যা ফিলিপাইনের জাতীয় এবং স্থানীয় পর্যায়ের দুর্নীতির ঘটনা প্রকাশ করার জন্য নিবেদিত।PinoyLeaks vai começar a publicar ‘vazamentos' sobre casos de corrupção nas Filipinas em 1 de fevereiro de 2011.1.
28তারা ব্লগ জগৎে নানান দুর্নীতির প্রমাণ জমা করছে। এই সাইট জানাচ্ছে, নাম গোপন রেখে যারা তথ্য প্রদান করতে চায়, সেই সমস্ত আওয়াজ সৃষ্টিকারী ব্যক্তিদের জন্য আমরা নিশ্চিত এবং নিরাপদ এক ব্যবস্থা গ্রহণ করেছি।PinoyLeaks é uma organização sem fins lucrativos, dedicada a expor a corrupção do governo das Filipinas, em níveis nacional e local, ao canalizar as evidências para a blogosfera.
29পিনয়লিকস হচ্ছে অনেকটাই উইকিলিকসের মত, তবে এর ব্যতিক্রমী দিক হচ্ছে এটি কেবল দুর্নীতির ঘটনা প্রকাশ করার উপর মনোযোগ প্রদান করে থাকে।Nós dispomos de um sistema seguro para que os denunciantes possam enviar informações anonimamente.
30এই সাইট কেবল ফিলিপাইনসের মধ্যে সীমাবদ্ধ এবং পিনয়লিকস ঐতিহ্যবাহী প্রচার মাধ্যমের বদলে কেবল ব্লগারদের মঝে দুর্নীতির সংবাদ ছড়িয়ে দেবে। পিনয়লিকস স্পষ্ট করছে যে, উইকিলিকসের সাথে তাদের কোন সম্পর্ক নেই।PinoyLeaks é semelhante ao Wikileaks, exceto pelo fato de que sua missão está focada na exposição da corrupção apenas, seu escopo limita-se às Filipinas e o trabalho acontece junto a blogueiros e não com a mídia tradicional.
31আমরা এই বিষয়ে মনোযোগ প্রদান করতে চাই, আমরা উইকিলিকস প্রবেশ করার চেষ্টা করছি, সেখানে প্রবেশ করতে পারছি না।A divulgação de notícias sobre as denúncias dependerá dos blogueiros. E eles esclarecem que não possuem vínculos com o Wikileaks.
32কিন্তু আমাদের সাথে তাদের কোন সম্পর্ক নেই, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে উইকিলিকসের সাথে আমাদের কোন সম্পর্ক নেই।Nós gostaríamos de enfatizar que, ainda que aproveitemos o momento do Wikileaks, nós não temos vínculos, oficiais ou extra-oficiais, com o Wikileaks.
33ফিলিপাইনসকে দুর্নীতি এবং এবং দারিদ্রমুক্ত তৃতীয় বিশ্বের রাষ্ট্র থেকে উন্নত এক জাতীর রাষ্ট্রে রুপান্তরিত করার ক্ষেত্রে পিনয়লিকস যাতে ভূমিকা পালন করতে পারে, তার জন্য দয়া করে সাইটটিকে সাহায্য করুন।Por favor, ajude o Pinoyleaks a cumprir seu papel na transformação das Filipinas de um país do Terceiro Mundo, corrupto e empobrecido, em um Estado-Nação moderno.