Sentence alignment for gv-ben-20120202-22360.xml (html) - gv-por-20120130-27108.xml (html)

#benpor
1সার্বিয়া: অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ
2বেশি দিন আগের কথা নয়।Sérvia: A Guerra da Mídia contra Angelina Jolie
3অ্যাঞ্জেলিনা জোলি তার প্রথম পরিচালিত ছবি ‘ইন দ্য লাইন অব ব্লাড অ্যান্ড হ্যানি' নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বসনিয়া এবং সার্বিয়ার মানুষরা কিভাবে নেয় সেটা নিয়ে বেশি চিন্তিত ছিলেন।Não faz muito tempo Angelina Jolie se mostrava “mais preocupada” [en] com a recepção de seu filme de estreia como diretora, In the Land of Blood and Honey [Na Terra de Sangue e Mel, em inglês] na Bósnia e na Sérvia do que nos Estados Unidos [en].
4একই সঙ্গে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন স্থানীয় দর্শক যাদের তিনি তার যুদ্ধের ছবিতে তুলে ধরেছেন তারা কিভাবে নেয় এবং কিছু বিষয় নিয়ে তার যে ভয় ছিল, সেগুলো সত্যি হয়।Ela estava ansiosa à espera das reações das plateias locais, retratadas em seu drama de guerra, e alguns de seus temores acabaram sendo justificados.
5সার্বিয়ার পুলিশের সাথে বসনিয়ার এক নারীর প্রেমের কাহিনি নির্ভর যুদ্ধের গল্পটিকে বসনিয়ার দর্শকরা খুব ভালোভাবে নিলেও সার্বিয়ার মিডিয়া আমেরিকার এই অভিনেত্রীর বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা করেছে।
6তার প্রতি ঘৃণা ছুঁড়ে দিচ্ছে। সার্বিয়ার দৈনিক পত্রিকা কুরির সিরিজ লেখা (সার্ব ভাষায়) ছাপানোর উদ্যোগ নিয়েছে, যার মধ্যে দিয়ে সার্বিয়ায় জোলি'র সুনাম নষ্ট হচ্ছে:Se por um lado o público bósnio recebeu com entusiasmo [bs] esta história de amor que se passa na guerra, entre um policial sérvio e uma muçulmana bósnia, por outro, a mídia sérvia lançou uma verdadeira guerra contra a atriz americana, acusando-a de espalhar ódio contra os sérvios.
7অ্যাঞ্জেলিনা তার সিনেমায় দাবি করেছেন, বসনিয়ার যুদ্ধের ৩ লাখ মুসলিম মারা গেছেন, ৫০ হাজার মুসলিম নারী ধর্ষিত হয়েছেন।O diário sérvio Kurir deu início a uma série de artigos [sr] que danificaram seriamente a boa reputação de Jolie na Sérvia:
8সার্ব রিপাবলিক যে গণহত্যার উদ্দেশ্যেই এটা করেছিল, তিনি জ্ঞাতসারেই সেটা খুঁজে দেখেছেন।Angelina declara no filme que 300.000 muçulmanos foram mortos na guerra bósnia e que 50.000 mulheres muçulmanas foram estupradas.
9এসব কিছুই সম্পাদন করা হয়েছিল চরম ইসলামিক নীতি দিয়ে।A atriz tem como objetivo buscar a abolição da República Sérvia enquanto criação genocida.
10সিনেমায় সার্বদেরকে অপরাধী, খুনী, হত্যাকারী এবং ধর্ষক হিসেবে উপস্থাপন করা হয়েছে। আর মুসলমানদের ঘটনার শিকার হিসেবে দেখানো হয়েছে।Tudo isto foi encomendado pelas políticas islâmicas extremistas que apresentam os sérvios como criminosos, matadores, assassinos e estupradores, e os muçulmanos como as únicas vítimas.
11মুসলমানদের প্রতি জোলির পক্ষপাতের কারণ হিসেবে পত্রিকায় দাবি (সার্ব ভাষায়) করা হয়েছে যে, সিনেমায় সৌদি আরব টাকা বিনিয়োগ করেছে। আর এর পরিমাণ ১০ মিলিয়ন ডলার:Ao explicar a razão para o suposto viés pró-muçulmano de Jolie, o jornal afirmou [sr] que o filme contou com o apoio financeiro dos sauditas com investimentos diretos de US$ 10 milhões:
12এটা সবাই জানেন যে, জোলি ওয়াশিংটনের রাজনীতিবিদদের খুব কাছের মানুষ।Em geral, é sabido que Jolie usufrui da proximidade a políticos em Washington.
13তিনি হয়তো মনে করেছিলেন জনগণ এটাকে আর্ট ফিল্ম হিসেবে চিন্তা করবে। কিন্তু এটা পুরোপুরি সার্ব বিরোধী প্রোপাগাণ্ডা।Talvez sua intenção fosse a de levar o público a considerar o filme como um filme de arte, mas na verdade é pura propaganda anti-sérvia.
14পরিচালক দর্শকদের এই বার্তা দিতে চেয়েছেন যে, সার্বরা হলো পাগলা কুত্তা। মুসলিমরা হলো নিরীহ শিকার।A diretora passa uma mensagem para a plateia de que os sérvios são feras selvagens e loucas, enquanto os muçulmanos são vítimas inocentes.
15মুসলিম উগ্রবাদীরা জোলির সিনেমায় টাকা ঢেলেছেন কুরির'র এই তথ্য সমর্থন করে সার্বিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক মমির স্টোনাজোভিক বলেন, “এটা সত্যের খুব কাছে।“
16সার্বিয়ার পত্রিকারগুলোর নেতিবাচক প্রচারণা পড়েছে সিনেমার সবচেয়ে জনপ্রিয় রেটিং সাইট আইএমডিবি. কম এ।Momir Stojanovic, ex-diretor da Agência Militar Sérvia de Inteligência, também deu apoio às declarações do Kurir de que extremistas muçulmanos teriam financiado o projeto de Angelina e disse que “estavam bem próximos da verdade”.
17হাজার খানেক সার্বিয়াপ্রেমী নেতিবাচক ভোট করেছেন সেখানে। এতে করে সিনেমার স্কোর ৫.O jornal sérvio desencadeou milhares de votos pró-sérvia, negativos, no imdb.com, um dos mais respeitados sítios na internet de classificação de filmes, causando uma queda drástica da nota do filme, de uma média de 5.4 para 3.3.
18৪ থেকে নেমে ৩.
19৩ এ গেছে।
20আইএমডিবি. কম এ জোলির সিনেমার একটি স্ক্রিনশট।Uma tomada da página do filme de Jolie' no imdb.com.
21আইএমডিবি. কম এ জোলির সিনেমার পাতাটি খুব দ্রুতই সার্ব আর মুসলমানদের মধ্যে ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়ে যায়।Muito rapidamente a página do filme de Jolie no imdb.com tornou-se um campo de batalha virtual entre sérvios e muçulmanos.
22(গত কয়েক দিনে যদিও পাঁচ পাতা বাদ দিয়েও এগারো পাতা মন্তব্য হয়েছে।)(Nos últimos dias, entretanto, 11 páginas de comentários foram, de alguma forma, reduzidas a cinco).
23সানজা_ক্যানকার বলেন:Sanja_Cancar diz:
24কিভাবে আলোচনায় থাকা যায় অ্যাঞ্জেলিনা তা জানেন, যেমন: বিয়ে ভাঙ্গা, অন্যের স্বামী কেড়ে নেয়া, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সন্তান দত্তক নেয়া।Angelina devia se restringir aos assuntos que conhece, ex: destruição de casamentos, roubo de maridos, adoção de crianças de diferentes partes do mundo, usar tubo de sangue [do ex-marido] no pescoço.
25বরং তিনি “শান্তিদূত”-এর শ্লেষ পূর্ণ রাস্তা নিলেন যা তাকে রাজনীতিতে জড়িত করলেও এ সম্পর্কে তিনি কিছুই জানেন না। এবং তিনি একটা সিনেমা বানালেন, যা তাকে ঘৃণা দিয়েছে।Ao invés disto, ela optou pelo caminho irônico de uma “embaixadora da paz” que a leva a se envolver com questões políticas sobre as quais ela não sabe nada e a criar filmes que irão, unicamente, gerar mais ódio…[…]
26ভিটেজবার্গের পর্যবেক্ষণ:Vitezbg faz a seguinte observação:
27সিনেমার পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত, মিথ্যা এবং ভুল তথ্যে ভরা।O filme está cheio de manipulações políticas, mentiras, informações falsas, etc[…] Assim também, a cifra de 50.000 mulheres muçulmanas estupradas é muito discutível.
28৫০ হাজার মুসলিম মহিলা ধর্ষিত হওয়ার সংখ্যাটা নিশ্চিত নয়।Há o caso famoso da ‘mulher de Sarajevo estuprada' que deu à luz uma criança africana.
29এটা পরিচিত কেইস যখন সারাজেভোর ধর্ষিত নারীরা আফ্রিকান শিশু জন্ম দিয়েছিল।Na verdade, o pai, neste caso, teria sido membro do quadro de pessoal da ONU. [
30প্রকৃতপক্ষে জাতিসংঘের কর্মীরাই তাদের বাবা ছিল।…]
31জনি এনটি উপসংহার টানেন:Johnny NT conclui:
32চমৎকার কাজ দেখিয়েছো অ্যাঞ্জি।Bravo, Angie, Goebbels e Hitler teriam ficado orgulhosos de você e de seu trabalho fascinante neste filme. [
33গোবেলস এবং হিটলার তোমাকে এবং তোমার সিনেমার মুগ্ধকর কাজ নিয়ে গর্ব করবে।[ …]…]
34রুডিডি২ জানতে চান:rudeedee2 pergunta:
35এরকম ধ্বংসাত্মক পরিস্থিতি নিয়ে মানুষ সিনেমা (বিনোদন) বানানোর কথা চিন্তা করে কী করে?Como essas pessoas se atrevem a pensar em fazer um filme (“divertimento”) sobre uma situação tão horrivelmente devastadora ???
36অবস্থাদৃষ্টে মনে হয়, টাকা অতি গুরুত্বপূর্ণ।Parece que tudo que importa é o dinheiro. [
37[…] শিল্পকে পুঁজি করে একজন তথাকথিত প্রযোজক হিসেবে অ্যাঞ্জেলিনা জোলি কী ভাবতে পারবেন, সেই নারকীয়, ভয়ার্ত, ধ্বংস, মৃত্যু আর হৃদয়বিদারক অবস্থা মধ্যে তার পরিবারকে কল্পনা করতে?…] Será que Angelina Jolie teria gostado de imaginar sua família passar por uma situação infernal, de ter perdido qualquer aparência de normalidade, vivenciado pavor, desolamento, morte e devastação só para encontrar um pseudo produtor cinematográfico que visse tudo isto como capital artístico?
38পিএসওয়াইএসডিথ্রি অ্যাঞ্জেলিনাকে তার নিজের লোকদের অপরাধের কথা স্মরণ করিয়ে দেন:
39[…] আমেরিকার মাটিতে শুরুতে তারা আনুমানিক ১৫০০ জন এসেছিলেন।psysd3 recorda Angelina sobre os crimes cometidos por seu próprio povo:
40আর সেসময়ে স্থানীয় আমেরিকানদের সংখ্যা ছিল প্রায় ১২০০০০০০। ১৯৯০ সালে এসে এই সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় ২৩৭০০ জনে। […][…] Desde o início, ao chegar em solo americano no qual estima-se que, nos anos 1500 havia cerca de 12 milhões de nativos cujo número estava reduzido a aproximadamente 237 mil nos anos 1900 […]
41অ্যালেক্স-_মাইকেল লিখেন:Alex_Michael revela:
42অ্যাঞ্জেলিনার কাছে আমি আরো বেশি কিছু আশা করেছিলাম।Suponho que minhas expectativas em relação à Angelina eram altas demais.
43তিনি কালো চুলের অধিকারী।
44কিন্তু উজ্জ্বল চুলের কারো সাথে করতে গিয়ে তার সিনেমার চেহারা এমন হয়েছে।
45সার্বিয়ার নাজিদের দ্বারা কাউকেই কচুকাটা করতে বাধেনি। না শিশুদের, না ভালো মুসলিমদের।Ainda que tenha cabelos pretos, o filme, certamente, parece ter sido feito por uma loira.
46উদাহরণস্বরূপ বলা যায়, সেব্রিনিচার কথা বলা যায়, সেখানে সার্বরা স্বত:প্রণোদিত হয়েই করেছিল। কারণ সেব্রিনিচার চারপাশের কিছু সার্বিয়ান গ্রামে মুসলিমরা হামলা করে, সেখানকার জনগণকে উচ্ছেদ করেছিল।Os nazistas sérvios que não têm problema algum em matar qualquer coisa de animais de estimação a bebês, de um lado, e bons muçulmanos, no outro… Um exemplo disto é Srebrenica, onde os sérvios cometeram crimes ao se vingar após um número de vilarejos sérvios ao redor de Srebrenica terem sido completamente destruídos, e seus habitantes terem sido mortos por muçulmanos de Srebrenica.
47আর এর প্রতিশোধ নিতেই সার্বরা এটা করেছিল।Este fato foi bem descrito num documentário norueguês “Srebrenica, a Town Betrayed”.
48নরওয়ের একটি তথ্যচিত্র সেব্রিনিচা শহরের বিশ্বাসঘাতকতা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।A comunidade muçulmana bósnia se opõe, on-line, aos comentários sérvios e apoia o filme de Jolie.
49বসনিয়ার মুসলিম অনলাইন কমিউনিটি সার্বদের মন্তব্য প্রত্যাখান করে এবং জোলির সিনেমাকে সমর্থন দেয়।
50এফ_এস অ্যাঞ্জেলিনার প্রতি কৃতজ্ঞতা জানায়:f_s mostra-se agradecido à Angelina:
51[…] অপমানিত, নির্যাতিত নারীদের বক্তব্য তুলে আনার জন্য জোলিকে ধন্যবাদ।Obrigada Jolie por ser a voz das mulheres depreciadas, humilhadas e torturadas.
52না বলা কথা আর অদেখা ঘটনার সাক্ষী হতে আমি সবাইকে সিনেমাটি দেখতে বলবো, বিশেষ করে সারাবিশ্বের নারীদেরকে। […]Recomendo a todos verem o filme, especialmente às mulheres mundo afora, para que possam ouvir o não dito, testemunhar o oculto. [
53সিবাক এর সাথে আরো যোগ করেন:…]
54[…] আমরা বসনিয়ার মানুষরা ঘৃণা করতে জানি না।Sibaak acrescenta: Nós, os bósnios, não odiamos.
55আমরা পৃথিবীর সবেচেয়ে শান্তিপ্রিয় জাতি। কেন যে যুদ্ধের ঘটনা এতো নিষ্ঠুর!Somos a mais pacífica nação no mundo, e é por isso que os fatos daquela guerra nos são tão brutais!
56আমরা বিশ্বাস করতে পারি নাই, এরকম ঘটনা ঘটতে পারে।Porque não acreditávamos que pudessem ocorrer.
57আমরা বিশ্বাস করতে পারি নাই, আমাদের বন্ধুরা আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমাদের ধর্ষন করবে, আমাদের সন্তানদের হত্যা করবে, আমাদের বাড়িঘর কেড়ে নেবে।Não acreditávamos que nossos amigos iriam se virar contra nós, estuprar-nos, matar nossos filhos, se apoderar de nossas casas.
58কিন্তু তারা সেটা করেছে।Mas eles o fizeram.
59আমরা যারা বেঁচে আছি, তারা আমার মতো বিশ্বাস করে এবং বলে, সেখানে ভালো সার্বরাও ছিল।Aqueles de nós que sobrevivemos para contar, da mesma maneira como eu, ainda acreditamos que há bons sérvios.
60কিন্তু এখানকার মতো আরো অনেক মানুষকে যখন দেখি, যাদের সত্য সম্পর্কে ন্যূনতম ধারনা নেই, তারা অন্ধ, ঘৃণা প্রকাশকারী; আর এ কারণে এটা আমাকে বলে, তারা আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করতে পারে।Mas o que machuca, de verdade, é ver quantas pessoas, como estas aqui, pessoas que não têm a menor ideia da verdade, são tão cegas, e tão detestáveis, pois dizem a mim que seriam capazes de fazer tudo de novo.
61এটা আমার কাছে ভালো মনে হয়েছে, তারা তাদের আসল মুখ আমাদের দেখাচ্ছে।De certa forma, sinto que é bom que estejam mostrando suas faces reais.
62তারা কতটা অজ্ঞ সেটাও দেখাচ্ছে। […]Mostrando o quão ignorante são. […]
63মেলা ফ্যাটকিক সিনেমার ফেসবুক পেজে জোলিকে ধন্যবাদ দিয়েছেন।Mela Fatkic expressa seu agradecimento à Jolie na página do filme no Facebook.
64তিনি লিখেছেন:Ela escreve:
65অ্যাঞ্জেলিনা, সিনেমার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা কেউই ভুলবো না এটা কি ছিল।Angelina, obrigada por este filme, mas não podemos nos esquecer do que se trata.
66ধন্যবাদ জানাই এই জন্য যে, যে সত্যের সাথে বেশিরভাগ মানুষ পুনর্মিত্রতা করতে পারবেন না, না দেখা পর্যন্ত যা বেশিরভাগ মানুষ বিশ্বাস করবে না…
67দিনো গ্লিজিক তার এই মতামত সবার সাথে ভাগ করে নিয়েছেন:Obrigada pela verdade que não muitos aceitam, e ninguém acredita até vê-las…
68সার্বরা যা করেছে, সেই সত্য বলার জন্য অ্যাঞ্জেলিনাকে ধন্যবাদ জানাই।
69সিনেমার চেয়েও এটা আরো বেশি বেদনাদায়ক ছিল।Dino Gligic compartilha esta opinião:
70ন্যাট তাসচিটি গার্সিয়া অ্যাঞ্জি অজ্ঞতা স্বীকার করে জিজ্ঞেস করেছেন:Angelina, obrigada por contar ao mundo a verdade sobre o que os sérvios fizeram.
71আমি মাত্রই গ্র্যাজুয়েশন করেছি।Foi pior do que está no filme…
72আমি বসনিয়ার যুদ্ধ সম্পর্কে পড়িনি।Nat Taschetti Garcia Angie admite seu desconhecimento e indaga :
73উদ্বাস্তু শিবির সম্পর্কেও কিছু পড়া হয়নি। একজন মা এবং একজন সক্রিয় কর্মী হিসেবে আপনার কি মনে হয় না শিক্ষার মাঝে কিছু করা উচিত?Acabei de me formar no ensino médio e nunca aprendi sobre a guerra da Bósnia, assim como também nunca aprendi nada sobre campos de refugiados.
74সার্বিয়ানদের হিংস্র প্রতিক্রিয়ায় উদ্বিগ্ন জোলি তার টুইটারে বলেছেন:Você acredita que algo tem que ser feito em relação à educação, como mãe e como ativista?
75এটা কী করে সম্ভব যে একজন কাল্পনিক ব্যক্তির ইমেলের ওপর ভিত্তি করে বস্তাপচা @কুরিরভেস্টি সাময়িকীর বানানো গল্প পুরো জাতিই বিশ্বাস করে ফেললো?”Frustrada com a reação furiosa dos sérvios, Jolie respondeu no Twitter: Seria possível uma nação inteira acreditar numa história inventada por um lixo de revista @KurirVesti, baseada em e-mail falso de uma pessoa imaginária?
76যদিও তার কয়েকদিন পরে এই টুইটটি বাতিল করা হয়। এবং সেখানে নতুন আরেকটা দেখা যায়:No entanto, uns poucos dias depois este tweet foi apagado, e um novo apareceu:
77অন্যদের ঘৃণার মাধ্যমে নিজের দেশ, গোষ্ঠী, ধর্মের প্রতি ভালোবাসা প্রকাশ করো না।Não expresse seu amor por sua própria nação, raça, religião, etc… por meio de ódio às outras.
78অন্যদিকে কুরির আক্রমণাক্ত ভঙ্গিতে লেখা প্রকাশ করে সফল হয়: সার্বরা অভিনেত্রীর বিরুদ্ধে যুদ্ধে নামে: জোলির আক্রমণাত্মক টুইটের প্রতিক্রিয়ায় পত্রিকার অফিসিয়াল ওয়েবসাইটে মন্তব্য প্রকাশিত হয়: অ্যাঞ্জেলিনা, তুমি জানো না তোমার জন্য কী অপেক্ষা করছে?No outro lado, Kurir retirou o artigo de tom ameaçador: “Os sérvios declararam guerra contra a atriz: você não sabe o que te aguarda, Angelina” [“Serbs declared war on the actress: you do not know what awaits for you Angelina”, em português] do sítio oficial do jornal, publicado em resposta ao tweet ofensivo de Jolie.
79জোলি এই আবেদনও টুইট করে:Jolie também fez este apelo pelo Twitter:
80আপনি যা পড়ছেন, তার সবকিছুই বিশ্বাস করবেন না… তারা বাজে পত্রিকার জন্য উপকারি গাছ হত্যা করে।Não acredite em tudo que você lê…”Eles matam boas árvores para produzir jornais ruins”.
81জোলি স্লোবদনা ইভরোপার সাথে এক সাক্ষাত্কারে বসনিয়ার প্রতি তার মুগ্ধতা প্রকাশ করে বলেছেন: বসনিয়ার প্রেমে পড়া খুব সোজা।Numa entrevista à Slobodna Evropa, Jolie expressou sua afeição pela Bósnia, dizendo que “é fácil se apaixonar pela Bósnia”:
82আমি এই সিনেমা বানাতাম না যদি বসনিয়ানরা চিত্রনাট্যের সাথে একমত না হতো।Eu não teria criado este filme se os bósnios não tivessem concordado com o roteiro.
83আমি এটা পুড়িয়ে ফেলতাম…Eu o teria jogado ao fogo…
84পিঙ্ক টিভির মালিক জেলজেকো মিট্রোভিক সার্বিয়ার প্রভাব বিস্তারকারী লোকদের একজন।
85তিনি জোলিকে শুরুতেই বাতিল করে দেন সার্বিয়া বিরোধী সংস্কারের কারণে এবং সিনেমার প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে বলেন।Zeljko Mitrovic, o proprietário da Pink TV, é um dos sérvios mais influentes que havia, no princípio, condenado Jolie por causa de seus preconceitos contra os sérvios e havia, até mesmo, se retirado do projeto do filme.
86যদিও এখন তিনি তার মত বদল করেছেন:Agora, no entanto, ele mudou de opinião:
87সিনেমা শেষ হওয়ায় এখন অ্যাঞ্জেলিনাকে আক্রমণ করা ঠিক হচ্ছে না।Está errado atacar Angelina agora que o filme está acabado.
88সিনেমা বানানো শুরু করার আগে আমরা কিছু পরিবর্তন করতে পারতাম।Poderíamos ter mudado alguma coisa antes que tivessem iniciado a fazê-lo.
89এখন বৈরিতা করা হবে শুধু শুধু।Agora não faz sentido gerar hostilidade.
90আর অতিরিক্ত বৈরিতা দিয়ে এখন কিছুই পরিবর্তন করা যাবে না।
91তাকে বেলগ্রেডে আমন্ত্রণ জানানো যায়।Aquela coisa não pode ser mudada por antagonismos adicionais.
92কারণ তার মতো মানুষ ভবিষ্যতে বর্হিবিশ্বে আমাদের ইমেজের উন্নতিতে সাহায্য করতে পারেন।Ela deveria ser convidada a vir a Belgrado, pois pessoas como ela podem nos ajudar no futuro a melhorar nossa imagem no mundo. Eu chamo Angelina à Sérvia como convidada da TV Pink.