# | ben | por |
---|
1 | পানামাঃ দরিদ্ররা বিস্মৃত হয়নি, আর এর জন্য অনলাইন ভিডিওকে ধন্যবাদ | Panamá: Pobres, Porém Presentes, Graças a Vídeos On-line |
2 | পানামার কোলন নামক স্থানের কাছে অবস্থিত কোকো সোলো একসময় ছিল পানামা খাল এলাকায় যুক্তরাষ্ট্র নৌ-বাহিনীর ডুবোজাহাজের ঘাঁটি। | Coco Solo [en] já foi uma base para submarinos da Marinha dos Estados Unidos na Zona do Canal do Panamá, perto de Colón, Panama. |
3 | আজ, কোকো সোলো হল কিছু দরিদ্রতম ও পানামার সবচেয়ে প্রান্তিক নাগরিকদের বাসস্থান। | Hoje em dia, Coco Solo é casa [en] para alguns dos panamenhos mais pobres e marginalizados. |
4 | ২০০৮ সালে রয়টার্স, কোকো সোলোর “দারিদ্য ও ক্ষয়” সম্পর্কে একটি কাহিনী প্রকাশ করে। যেখানে জন ম্যাককেইন-এর ( ২০০৮ সালের যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী) জন্ম: | Em 2008, Reuters publicou [en] uma história sobre a “pobreza e decadência” no Coco Solo, onde John McCain (então candidato a presidente pelo partido Repubicano) nasceu: |
5 | ম্যাককেইন-এর জন্ম ১৯৩৬ সালে, কোকো সোলোর যুক্তরাষ্ট্র পরিচালিত এলাকার ডুবোজাহাজ ঘাঁটিতে, যেখানে তার পিতা নৌবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। | McCain nasceu em 1936 na base de submarinos Coco Solo em um território no Panamá sob o controle dos E.U.A. onde seu pai era um oficial da Marinha. |
6 | এখন, শহরের শিশুরা খোলা নর্দমার পাশে খেলে, যেগুলো এই ঘাঁটি ও সেখানকার বৃহৎ গৃহসমুহকে ঘিরে নির্মাণ করা হয়েছিল। এই সব গৃহ একসময় এখানে কর্মরত আমেরিকান নাগরিকদের পরিবারসমূহের বাসস্থান ছিল। | Agora, crianças brincam ao lado de esgotos a céu aberto na cidade que foi construída ao redor da base e amplas casas, antes habitadas por famílias no serviço Americano, encontram-se abandonadas e cheias de entulho. |
7 | এখন তা পরিত্যাক্ত এবং এর এখানে সেখানে কিছু ধ্বংসপ্রাপ্ত ভবনের টুকরা স্তুপ হয়ে আছে । | Jovens entendiados, sem camisa, perambulam por ali, ostentando tatuagens de gangues que se vangloriam do número de pessoas que já mataram. |
8 | একঘেয়েমিতে আক্রান্ত যুবকের এখানে অনাবৃত শরীরে চারদিকে ঘুরে বেড়ায়, তাদের শরীরে দলের উল্কি আঁকা, যে উল্কি তাদের হাতে খুন হওয়া মানুষের সংখ্যা তুলে ধরে। | |
9 | এক সময় যা ছিল সফটবল খেলার মাঠ, এখন তা লম্বা লম্বা ঝোপে ভর্তি। | Áreas anteriormente usadas para campos de futebol, foram tomadas por um tipo de capim duro e áspero. |
10 | প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়েছে: | A reportagem continua: |
11 | ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে পানামা ক্রমান্বয়ে ঘাঁটি ও খালের অবশিষ্ট অংশের নিয়ন্ত্রণ ফিরে পেতে শুরু করে। পরে কোকো সোলোকে বিশাল কন্টেইনারের টার্মিনালে রূপান্তর করা হয়, যা মানযানিললো নামে পরিচিত। | O Panamá foi, gradualmente, tomando de volta o controle da base e do resto da Zona do Canal depois de um tratado firmado em 1977 com os Estados Unidos, e Coco Solo foi convertida, a partir daí, num enorme terminal de contêineres conhecido pelo nome de Manzanillo. |
12 | ১৯৯৯ সালে ওয়াশিংটন, পানামার কাছে তার সর্বশেষ ঘাঁটি হস্তান্তর করে। | Mas, a não ser por esta história da Reuters, pouco mais tem sido dito sobre Coco Solo. |
13 | কিন্তু রয়টার্সের এই বিবরণ ছাড়াও, কোথাও কোথাও কোকো সোলো সম্বন্ধে সামান্য উল্লেখ করা হয়েছে। | Vídeos na Internet são uns dos poucos da mídia on-line que mostram vida nesta comunidade. |
14 | অনলাইন প্রচার মাধ্যমে প্রাপ্ত কয়েকটি অনলাইন ভিডিও হচ্ছে এমন অল্প কিছু উপাদান, যেগুলোতে এই সম্প্রদায়ের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে: | |
15 | একটি সংগঠন যা প্রায়শই কোকো সোলো সম্বন্ধে ভিডিও আপলোড করে তার নাম “কাম্বিও ক্রিয়েটিভো” (সৃষ্টিশীল পরিবর্তন), | Uma das organizações que frequentemente colocam vídeos de Coco Solo é Cambio Creativo [en] (“Mudança Criativa”, em inglês), |
16 | একটি শিক্ষামূলক প্লাটফর্ম রয়েছে যা চিন্তা এবং দক্ষতা বিনিময়ের মাধ্যমে জটিল চিন্তাধারা, দৃঢ়তা এবং সব-অভিব্যক্তির মত বিষয় সবার সমানে তুলে ধরে। | uma plataforma educacional que promove habilidades de análise crítica, determinação e auto-expressão por meio do processo de troca de ideias e de habilidades. |
17 | কোকো সোলোতে (কোলন,পানামা) একদল বিজ্ঞ পরামর্শদাতা ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বিনিময়ের সুবিধার্থে আমরা একটি জায়গা করে দিয়েছি। | Viabilizamos um espaço para trocas mútuas entre um grupo de mentores e estudantes em Coco Solo (Colon, Panamá). |
18 | কোলন, পানাম সিটি এবং বিদেশ থেকে আসা বিজ্ঞ পরামর্শদাতাদের দ্বারা প্রতিমাসে আন্তবিভাগীয় কর্মশালা পরিচালিত হয়। | Oficinas interdisciplinares mensais são conduzidas por mentores de Colon, Cidade do Panamá e de fora. |
19 | আমাদের বিশ্বাস করি যে জ্ঞান, সৃজনশীলতা এবং ইতিবাচক অভিজ্ঞতার প্রেরণার মাধ্যমে, অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বিকল্প কিছু খুঁজে পাবে। | Acreditamos que, ao estimular o conhecimento, a criatividade e experiências positivas, os participantes poderão encontrar alternativas para seu próprio desenvolvimento social e econômico. |
20 | ছবি কাম্বিও ক্রিয়েটিভোর ওয়েবসাইট থেকে নেওয়া, অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে | Foto do sítio na Internet do Cambio Creativo, usada com autorização. |
21 | দুই বছর আগে, কাম্বিও ক্রিয়েটিভোর অন্যতম প্রতিষ্ঠাতা রোজ ক্রমওয়েল, কোকো সোলোর বিষয়ে করা চলচ্চিত্রকার এরিক সউসেনিন এর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র আপলোড করেন। | Dois anos atrás, a co-fundadora do Cambio Creativo, Rose Cromwell, colocou um documentário curto sobre Coco Solo pelo cineasta Eric Soussanin [en]. |
22 | সংবাদ ওয়েবসাইট লাতিনা লিস্টার মারিসা ত্রেভিনিও তথ্যচিত্রটির একটি সারাংশ প্রদান করেন এবং লিখেন: | Marisa Treviño do website de notícias Latina Lista [en] compartilha um trecho do documentário[en] e relata [en]: |
23 | কোকো সোলোতে যেসব নারী, পুরুষ এবং শিশু বাস করে, তাদের পানামার সমাজের এমন একজন হিসেবে বর্ণনা করা হয়। যারা এই অনুভূতিতে জীবনের আশা ত্যাগ করেছে যে তারা এখন বিস্মৃত। | Os homens, mulheres e crianças que vivem em Coco Solo são descritas como aquelas, na sociedade panamenha, que desistiram da vida porque se sentiam esquecidas. |
24 | তারপরেও, কোকো সোলোর মানুষদের দুর্গতি সম্পর্কে সংক্ষিপ্ত এক তথ্যচিত্র নির্মাণ নিশ্চিত করেছে যে তাদেরকে ভুলে যাওয়া হয়নি এবং বিশ্ব তাদের সম্পর্কে জানে। | Entretanto, um pequeno documentário sobre o destino das pessoas de Coco Solo garante que eles não sejam esquecidos e, na verdade, que o mundo passe a ter conhecimento de dua existência. |
25 | বিভিন্ন কর্মশালার মাধ্যমে কাম্বিও ক্রিয়োটিভো এই সম্প্রদায়ের তরুণদের সাথে কাজ করে যাচ্ছে। | Cambio Creativo trabalha com jovens desta comunidade por meio de diferentes oficinas [en]. |
26 | ক্রমওয়েল, একটি ফটোগ্রাফি কর্মশালা বিষয়ে ব্লগ লিখেছেন যা জানুয়ারী ২০১২-তে অনুষ্ঠিত হয়েছিল। | Cromwell bloga [es] sobre uma oficina de fotografia que ocorreu em janeiro de 2012. |
27 | মাথা ঘামানোর অধিবেশন যুক্ত একটি ভিডিও তিনি আমাদের প্রদর্শন করেছেন: | Ela compartilha um vídeo que mostra uma sessão de brainstorming: |
28 | ক্যাম্বিও ক্রিয়োটিভো সাইটের উদ্যোগে ছাত্রদের তোলা ছবি প্রদর্শনীর আয়োজন করা হয় এবং একটি অনলাইন গ্যালারির [স্প্যানিশ ভাষায়] মাধ্যমে সেগুলো বিক্রি করা হয়। | As fotografias dos estudantes são exibidas e vendidas por meio de uma galeria on-line [es] hospedada no sítio do Cambio Creativo na Internet. |
29 | এই সমস্ত ছবি বিক্রয়ের টাকা সরাসরি তরুণ শিল্পীদের হাতে প্রদান করা হয়। | O dinheiro da venda dessas fotos vai direto para as mãos dos jovens artistas. |
30 | কোকো সোলোর তরুণদের সাথে কাজ করা ক্যাম্বিও ক্রিয়েটিভোর কর্মী এবং স্বেচ্ছাসেবকদের তৈরী করা আরো ভিডিও আপনারা রোজ ক্রমওয়েল এর ভিমিও-র পাতায় গিয়ে দেখতে পারেন, যার মধ্যে নীচের “বডি প্রেশাস” নামক অংশ যুক্ত রয়েছে: | Você pode assistir outros vídeos do pessoal e dos voluntários do Cambio Creativo que trabalham com os jovens em Coco Solo na página Vimeo [en] de Rose Cromwell, incluindo esta de uma aula de “percussão no corpo” : |