# | ben | por |
---|
1 | ফিলিস্তিন: গাজা আবার আক্রান্ত | Palestina: Gaza Sob Ataque – Novamente |
2 | ৯ মার্চ সারারাত এবং ১০ মার্চ, ২০১২ সকাল পর্যন্ত গাজা ভূখণ্ড জুড়ে ইজরায়েলি যুদ্ধবিমানগুলোর আক্রমণে অন্তত ১২ জন নাগরিক মারা যায় এবং ২০ জন আহত হয়। ৯ মার্চ বিকালে গাজা শহরের উপর একটি ইজরায়েলি আক্রমণে সহকারী আবু আহমদ হানানিসহ গণপ্রতিরোধ কমিটির(পিআরসি) মহাসচিব যুহের আল-কায়সি নিহত হন। | Ao longo da noite de 9 de março e pela manhã do dia 10, aviões de guerra israelenses atacaram alvos [en] em toda a Faixa de Gaza, resultando em, pelo menos, 12 mortes e 20 pessoas feridas. |
3 | হানানি মূলত নাবলুসের বাসিন্দা হলেও কয়েক মাস আগে তিনি একটি বন্দী-বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পেয়ে গাজায় নির্বাসিত হন। | Na tarde de 9 de março, Zuheir al-Qaysi, secretário geral dos Comitês de Resistência Popular (PRC), foi assassinado durante um ataque israelense à Cidade de Gaza, juntamente com seu assistente Abu Ahmad Hanani. |
4 | এর প্রতিশোধ হিসেবে গাজা ভূখণ্ডের ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপগুলো ইজরায়েলে রকেট ছুঁড়লেও, তাতে কেউ হতাহত হয়নি। | Hanani era originalmente de Nablus e foi deportado para Gaza como um dos prisioneiros libertados em uma troca de prisioneiros [en] alguns meses atrás. |
5 | ইজরায়েল ফিরে এসেআবার তীব্র বিমান করে গাজা ভূখ- কাঁপিয়ে দেয়। এত সর্বমোট ১২ জন শহীদ হন। | Em retaliação, grupos de resistência palestinos na Faixa de Gaza dispararam mísseis sobre Israel, sem deixar feridos. |
6 | মা‘ন সংবাদ সংস্থা তাদের মুহাম্মদ আল-ঘামরি,ফায়িক সাদ, মুয়াতাসিম হাজ্জাজ, উবেইদ ঘারাবলি, মুহাম্মদ হারারাহ, হাজিম কুরেইকি, সাদি সায়কালি, জুহেইর আল-কায়সি,মাহমুদ হানানি, মুহাম্মদ মাঘারি, মাহমুদ নাজিম এবং আহমদ হাজ্জাজ বলে সনাক্ত করেছে। | Israel revidou com severos ataques aéreos que abalaram Gaza e deixaram um total de 12 mártires, identificados pela agência de notícias Ma'an News Agency [en] como Muhammad al-Ghamry, Fayiq Saad, Muatasim Hajjaj, Ubeid Gharabli, Muhammad Hararah, Hazim Qureiqi, Shadi Sayqali, Zuheir al-Qaysi, Mahmoud Hanani, Muhammad Maghari, Mahmoud Najim e Ahmad Hajjaj. |
7 | কোন কোন রিপোর্ট এখন বলছে যে ১৫জন মারা গেছেন। | Alguns repórteres estão dizendo [en] agora que 15 pessoas morreram. |
8 | গাজা শহরে ইজরায়েলি যুদ্ধ জেটের বোমাবর্ষণ। | Bombardeamento da Cidade de Gaza por jatos israelenses. |
9 | ছবি পাঠিয়েছেন টুইটার ব্যবহারকারী @জার্নিটুগাজা। | Imagem do usuário do Twitter @journeytogaza. |
10 | গাজার নেট নাগরিকরা টুইটারে এই আক্রমণের জবাব দিয়েছেন: | Os internautas de Gaza responderam aos ataques no Twitter: |
11 | @মাথমুসলেহ:এখন পর্যন্ত গাজায় ১৫ জন খুন হয়েছেন। চিন্তার কিছু নেই, এরা তো ফিলিস্তিনি! | @MaathMusleh: 15 pessoas foram assinadas em Gaza até agora, Não se PREOCUPEM, são só palestinos!! |
12 | #গাজাআন্ডারএটাক | #GazaSobAtaque |
13 | @এক্টোমোরফো:গাজার মানুষের জন্য প্রার্থনা করুন। | @ectomorfo: Rezem pelas pessoas de Gaza. |
14 | কোন আলো নেই, সামান্য ওষধ নেই, নেই কোন গ্যাস। | Sem luz, com poucos medicamentos, sem combustível. |
15 | আর এখন চারপাশ থেকে তারা বোমা বর্ষণ করছে #ইজরায়েল#গাজাআন্ডারএটাক | E agora eles estão sendo bombardeados de todos os lados por #Israel. |
16 | @ওমর_গাজা:১৮ মিনিট ধরে কোন বিস্ফোরণ নেই! | #GazaSobAtaque @Omar_Gaza: 18 minutos sem nenhuma explosão! |
17 | সতর্ক নীরবতা? | Um silêncio cuidadoso? |
18 | এটা কি শেষ? | Acabou? |
19 | অথবা আমি কি আমার দম বন্ধ করে রাখবো? | Ou eu deveria continuar prendendo a respiração? |
20 | #গাজাম্যাসাকার #গাজাআন্ডারএটাক | #MassacredeGaza #GazaSobAtaque |
21 | @নাজলাশাওয়া:আমি জানি না এখনো কিভাবে আমি উচ্চকিতভাবে টাইপ করে চলছি! | @najlashawa: Eu não sei como ainda estou digitando, isso foi tão ALTO! |
22 | #গাজাআন্ডারএটাক | #GazaSobAtaque |
23 | @আইএমনাদযেড:#গাজায় স্বাগতম। | @imNadZ: Bem-vindo a Gaza. |
24 | যেখানে সূর্যকিরণ হল বিস্ফোরণ। | Onde o brilho do sol são explosões. |
25 | আর পাখি হচ্ছে এফ-সিক্সটিন (যুদ্ধবিমান)। | Onde os pássaros são F16. |
26 | এই আক্রমণটি এসেছে আঞ্চলিক এবং রাজনৈতিক সমঝোতা পরিবর্তনের সময়। | Este ataque acontece em um momento de mudanças na região e nas alianças políticas. |
27 | গত সপ্তাহে ইরানের সাথে একটি মার্কিন-ইজরায়েলি যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাওয়ার সময় দুই শীর্ষ হামাস কর্মকর্তা ঘোষণা করেছে যে ইজরায়েলি আক্রমণ হলে হামাস জড়িত হবে না এবং ইরানকে সমর্থন দিবে না। | Na semana passada, tendo em vista a crescente possibilidade de uma guerra americano-israelense contra o Irã, dois altos oficiais do Hamas anunciaram [en] que o Hamas não se envolveria apoiando o Irã, no caso de um ataque israelense. |
28 | এ ছাড়াও হামাস আসাদের বিরুদ্ধে সংগ্রামে সিরীয় জনগণের প্রতি সমর্থন জানিয়েছে। | O Hamas também declarou apoio [en] ao povo sírio em sua luta contra Assad. |