Sentence alignment for gv-ben-20101114-13365.xml (html) - gv-por-20101115-12899.xml (html)

#benpor
1মায়ানমার: সামরিক শাসক চক্র সমর্থিত দলের জয়লাভ-সংঘর্ষ ছড়িয়ে পড়েছেMianmar: Resultado das Eleições com Suspeita de Fraude
2২৫ বছর পর মায়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হল এবং যেমনটা আশা করা হয়েছিল সামরিক শাসক সমর্থিত ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভলপমেন্ট পার্টি (ইউএসডিপি) সংসদে ৮০ শতাংশের বেশী আসন লাভ করেছে। কিন্তু বিরোধী দল দাবী করেছে যে, নির্বাচনের ফল নিয়ে কারচুপি করা হয়েছে।Depois de vinte anos, eleições [en] foram realizadas em Mianmar (antiga Birmânia) e, como esperado, o partido apoiado pela junta militar - o Partido da Solidariedade e do Desenvolvimento da União (Union Solidarity and Development Party - USDP) - venceu, a garantir mais de 80 por cento das cadeiras no parlamento.
3দি ইরাওয়াদ্দিতে কাইওয়া জাওয়া মোয়ে নির্বাচনের দিন কি ঘটেছে তার এক সারসংক্ষেপ প্রদান করছে।A oposição, no entanto, acusa a ocorrência de fraudes no resultado do pleito.
4রোববারের এই নির্বাচনে সামরিক সরকারের ২৭ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সকলেই জয় লাভ করেছে।Kyaw Zwa Moe [en], do jornal The Irrawaddy, faz um apanhado do quê transpareceu durante o dia de eleição.
5অবশ্যই এর মধ্যে প্রধানমন্ত্রী থিয়েন সিয়েন রয়েছেন এবং পররাষ্ট্র মন্ত্রী নিয়ান উইন তার নির্বাচনী এলাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন, কারণ তার কোন প্রতিদ্বন্দ্বী ছিল না।
6সামরিক শাসক দলের ৫২ জন প্রার্থীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, যারা ইউনাটেড সলিডারিটি এন্ড ডেভলপমেন্ট পার্টির (ইউএসডিপি) প্রার্থী। আগামী মাসগুলোতে আপনারা দেখতে পাবেন এইসব মন্ত্রীর অনেকের দ্বারা নতুন সরকার গঠিত হচ্ছে ।Obviamente, o Primeiro-ministro Thein Sein está entre eles, e o Ministro de Relações Exteriores Nyan Win foi eleito sem concorrência porque não teve oposição, assim como 52 candidatos do partido da junta, o Partido da Solidariedade e do Desenvolvimento da União (PSDU).
7নির্বাচনের ফলাফলকে পক্ষে আনার জন্য “জোকার ভোট” নামে পরিচিত ভোটের ব্যবহার করা হয়েছে।Você verá um novo governo composto por muitos desses ministros já em exercício nos próximos meses.
8সংবাদে প্রকাশ ইউএসডিপি সংসদের ৮২ শতাংশ আসন লাভ করেছে। এতে বিস্ময়ের কিছু নেই।“Votos coringa” foram usados para manipular o resultado das eleições:
9আমরা বার বার বলে এসেছি থান শুয়ে এবং তার দল ভোট কারচুপি করবে।O PSDU fez uma zombaria do processo eleitoral.
10যে সমস্ত গণতন্ত্রপন্থী এবং ক্ষুদ্র জাতিসত্ত্বার দল নির্বাচনে অংশ নিয়েছে তারা জানত যে ইউএসডিপি নির্বাচনে ভোট কারচুপি করবে।Testemunhas e líderes de partido disseram que votos adicionais apareciam sempre que um candidato do PSDU parecia prestes a perder.
11তবে যতটা আশা করা হয়েছিল, ব্যাপারটা তারচেয়ে খারাপ হয়েছে।Em Rangoon, chamaram esses votos adicionais de “votos coringa”.
12ইউএসডিপি আগে ভোট প্রক্রিয়াকে উপহাস করেছে। প্রত্যক্ষদর্শী এবং দলের নেতারা বলছে যে আগে ভোট দেবার বিষয়টি সেখানে কাজে লেগেছে, যেখানে মনে হচ্ছিল ইউএসডিপির প্রার্থী পরাজয়ের শঙ্কায় পরে যাচ্ছিল।Seguros de que o pleito era uma farsa e de que a junta ditaria o resultado da votação, o movimento pró-democracia, liderado pela ícone Aung San Suu Kyi, havia decidido boicotar as eleições .
13রেঙ্গুনে তারা আগে ভোট দেবার প্রক্রিয়াকে “জোকার ভোট” বা ভাঁড়ামো পূর্ণ ভোট বলে অভিহিত করেছে।O jornal The Democratic Voice of Burma fez um mapeamento eleitoral [en] para monitorar casos de fraude, violência e protestos.
14এ ধরনের নির্বাচন লজ্জার বিষয় এবং জান্তা ভোটের ফলাফলকে নিয়ন্ত্রণ করবে এই বিশ্বাসে গণতন্ত্রপন্থী আন্দোলনের নেত্রী সরকারে বিরুদ্ধে বিরোধিতার প্রতীক অং সান সু কি নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।
15ডেমোক্রেটিক ভয়েস অফ বার্মা এক নির্বাচনী মানচিত্র তৈরি করেছে, যাতে প্রতারণা, হানাহানি এবং নির্বাচনী প্রতিবাদ পর্যবেক্ষণ করা যায়।Hseng Khio Fah [en], escrevendo para o Shan Herald, descreveu como um candidato do governo se comportou durante o processo eleitoral no estado de Shan:
16হেশাং খিও ফাহ, শান হেরাল্ডের জন্য লিখে থাকেন। কি ভাবে শান প্রদেশের এক প্রশাসনিক প্রার্থী ভোটের সময় কি ধরনের আচরণ করেছে, তিনি তার বর্ণনা করেছেন।“Kyaw Mint teria levado mais de 500 cédulas de votação de outra área e inserido nas urnas eleitorais para serem contabilizadas.
17কিওয়া মিইন্ট ( নির্বাচনে দাঁড়ানো এক প্রার্থী) তার নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্রে ভোটারদের ১০,০০০ কিয়াট (১০ মার্কিন ডলার) প্রদান করেছে।“Durante as eleições, ele também levou 80 homens de milícia armados para vigiarem as cabines.
18যে সমস্ত ভোটার টাকা পেয়েছে তারা ভোটকেন্দ্র থেকে বিস্তৃত হাসি নিয়ে বের হয়েছে এবং আমাদের টাকা দেখিয়ে বলেছে যে ভোটকেন্দ্রে তারা লটারি পেয়েছে।
19কিওয়া মিইন্ট, অন্য এক এলাকা থেকে ৫০০ ব্যালট পেপার বা ভোটের কাগজ নিয়ে আসতে এবং গণনার জন্য সেগুলোকে বাক্সে ভরার কথা বলেছিল।Esses depoimentos e observações contradizem a declaração oficial do governo, publicada no The New Light of Myanmar.
20“নির্বাচনের দিন ভোট কেন্দ্র পাহারা দেবার জন্য সে ৮০ জন সশস্ত্র আধাসামরিক বাহিনীর লোক নিয়ে আসে”। এই সমস্ত সাক্ষ্য এবং পর্যবেক্ষণ দি নিউ লাইট অফ মায়ানমারে প্রকাশিত সরকারি বিবৃতির বিপরীত কথা বলছে।O governo defende que as Eleições Gerais de Democracia Multipartidária de 2010 foram realizadas pacificamente e que diplomatas e jornalistas visitantes “encontraram pessoas votando livre e alegremente [en] e contabilizando as cédulas das zonas eleitorais.
21পত্রিকাটি যোগ করেছে, যে সরকার দাবি করছে যে ২০১০ সালের বহু দলীয় গণতান্ত্রিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে এবং পর্যবেক্ষণে আসা কূটনীতিবিদ এবং সাংবাদিকরা জনতার স্বাধীন এবং আনন্দের সাথে ভোট প্রদান এবং তারা ভোট কেন্দ্রে ভোট গণনার দৃশ্য প্রত্যক্ষ করেছে।
22তারা স্থানীয় জনতাকে স্বাধীনভাবে এবং আনন্দের সঙ্গে ভোট দিতে দেখেছে, ভোট কেন্দ্রের নির্ধারিত ফর্মের ব্যবহারের মধ্যে দিয়ে নিয়মতান্ত্রিকভাবে ভোট গণনা এবং সেগুলোর তালিকা করতে দেখেছে।E complementou: “Eles viram populações locais votando de maneira livre e feliz, uma sistemática contabilização de cédulas eleitorais e o registro de votos em formulários oficiais nas zonas eleitorais.”
23নির্বাচনের দিনও লড়াইয়ের সূত্রপাত ঘটে, যখন সরকারি সৈন্যরা ডেমোক্রেটিক কারেন বুদ্ধিস্ট আর্মি নামক দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।No dia da eleição, violência irrompeu quando soldados do governo entrarem em confronto com o Exército Democrático Budista Karen [en].
24এই লড়াই ১৭,০০০ -এর বেশী লোককে সরে যেতে বাধ্য করে, যারা থাইল্যান্ড সীমান্তের কাছে শরণার্থী হিসেবে আশ্রয়ের অনুসন্ধান করছে।O confronto forçou a evacuação de mais de 17,000 pessoas [en], que procuraram refúgio próximo à fronteira com a Tailândia.