Sentence alignment for gv-ben-20091125-7691.xml (html) - gv-por-20091120-5068.xml (html)

#benpor
1ব্রাজিল: একজন পথিকৃৎ ডিজিটাল কর্মীকে হারানোBrasil: A perda de um ativista digital pioneiro
2ড্যানিয়েল পাদুয়া ব্রাজিলের এক সুপরিচিত ডিজিটাল কর্মী ছিলেন।Daniel Pádua foi um ativista digital bastante conhecido no Brasil.
3ছবি কাটিয়া কাটিহারার ওয়ার্ডপ্রেস-বিআর এর সৌজন্যেFoto trazida por Cátia Kitahara no WordPress-BR.
4ব্রাজিল গত নভেম্বরের ২০ তারিখে তার অন্যতম এক ডিজিটাল অ্যাক্টিভিস্ট (কর্মী) কে হারিয়েছে, যে ছিল ব্রাজিলের ডিজিটাল কার্যক্রমের পথিকৃৎ।
5তার নাম ড্যানিয়েল পাদুয়া।O Brasil perdeu hoje um de seus ativistas digitais pioneiros.
6কিছুদিন আগে ড্যানিয়েল পাদুয়ার (যিনি টু্ইটারে @ডিপাদুয়া নামে পরিচিত ছিলেন) শরীরে ক্যান্সার ধরা পড়ে এবং আজ সকালে সে ব্রাসিলিয়ায় ক্যান্সারের সাথে যুদ্ধ করে পরাস্ত হয়।
7সে সব সময় ওপেন সোর্স (উন্মুক্ত সফ্টওয়্যার) ব্যবহার করায় বিশ্বাসী ছিল এবং এমনকি ব্রাজিলেও সে সংস্কৃতিকে উন্মুক্ত করার পক্ষপাতী ছিল।Daniel Pádua (também conhecido como @dpadua no Twitter) havia sido recentemente diagnosticado com câncer e perdeu a batalha na manhã de hoje, em Brasília.
8অনেক ব্লগারের পোস্টে সাইবার এক্টিভিজম ও ইন্টারনেট বাক স্বাধীনতার এক শক্তিশালী উদাহরণ হিসেবে ছিল ড্যানিয়েল। ওয়ার্ডপ্রেস-বিআর ব্লগে, কাটিয়া কিটাহারা লিখেছেন [পর্তুগীজ ভাষায়]:Sempre presente em eventos de software de código aberto e cultura livre no Brasil, Daniel Pádua era referência para blogueiros em assuntos de ciberativismo e liberdade de expressão na Internet brasileira.
9আজ আমরা ড্যানিয়েল পাদুয়াকে হারালাম।No blog WordPress-Br, Cátia Kitahara escreveu:
10এই সম্প্রদায়ের সে ছিল এক প্রিয় বন্ধু। আমরা তার অনুপস্থিতি অনুভব করব।Hoje perdemos um amigo queridíssimo, aqui da comunidade, o Daniel Pádua.
11আমরা কেবল তার অসাধারণ প্রতিভা ও বুদ্ধিমত্তার অভাবই অনুভব করব না, তার মত চারিত্রিক গুণাবলী সম্পন্ন মানুষের অভাবও অনুভব করব।Sentiremos muito sua falta, não só pelo grande talento e inteligência que ele possuia, mas principalmente pelo seu caráter.
12তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের ভালোবাসা রইল।Queremos manifestar nosso carinho para sua família e amigos.
13যখন সারা ওয়েবে এই সংবাদ যখন ছড়িয়ে পড়ে, তখন যে সমস্ত টুইটার ব্যবহারকারী তার কাজ এবং অঙ্গীকার সম্বন্ধে জানত, তারা তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে এবং তাকে শেষ বিদায় জানায়:Enquanto a notícia se espalhava pela web, usuários do Twitter que conheciam seu trabalho e comprometimento o homenagearam dizendo um último adeus:
14এখন অস্তগামী সূর্য @ডি পাদুয়ার প্রতি শ্রদ্ধা প্রকাশ করছে। ৪৮০এন।Esta é a homenagem do Global Voices para o Daniel Pádua.
15এটাই ড্যানিয়েল পাদুয়ার প্রতি গ্লোবাল ভয়েসেস-এর শ্রদ্ধা প্রকাশ।
16ড্যানিয়েল, তুমি শান্তিতে ঘুমাও।Descanse em paz.