Sentence alignment for gv-ben-20140816-44517.xml (html) - gv-por-20140820-53891.xml (html)

#benpor
1আন্দালুসিয়ার সংসদে গানের মধ্য দিয়ে প্রতিবাদ জানালেন তিন জন ফ্লামেনকো গায়কAssista três cantores de flamenco interromperem o parlamento de Andaluzia para protestar com uma música estrondosa Screenshot do protesto do FLO6x8 no parlamento de Andaluzia.
2আন্দালুসিয়ার সংসদে ফ্লো৬এক্স৮ (FLO6x8) দলটির প্রতিবাদের ভিডিও এর স্ক্রিনশট।Esta matéria contém links que levam à páginas em espanhol e inglês, caso você queira se aprofundar no assunto.
3দক্ষিণ স্পেনের অঞ্চল আন্দালুসিয়াতে ফ্লামেনকো শিল্পের প্রচলন রয়েছে। এটি লোকশিল্পের একটি ধারা।A Andaluzia é lar do flamenco [en], um estilo de arte popular conhecido por sua música emocional, cantores poderosos e dança sedutora.
4এটি তাঁর আবেগময় সংগীত, বলিষ্ঠ গায়কী এবং প্রলুব্ধকারী নাচের জন্য পরিচিত। এসব গানের কলিতে ভালোবাসা এবং হারানো ভালোবাসার কথা বলা হয়েছে।As letras das músicas geralmente falam de amor e amor perdido, mas também tratam de dor, pobreza e tristeza - temas que muitos moradores desta comunidade autônoma espanhola conheceram de perto nos últimos anos.
5শুধু তাই নয়, তাঁর সাথে সাথে ব্যাথা, দারিদ্রতা এবং দুঃখ নিয়েও গান লেখা হয়েছে।A Espanha fez cortes dolorosos nos gastos, uma vez que tem lutado contra uma devastadora crise econômica nos últimos anos.
6এমন সব বিষয় নিয়ে এই গানগুলো লেখা হয়েছে যা বর্তমান সময়ের অনেক আন্দালুসিয়ানবাসী তেমন ভালোভাবে জানেন না।
7গত কয়েক বছর ধরে স্পেন ধ্বংসাত্মক অর্থনৈতিক সংকটের সাথে সংগ্রাম করার কারণে রাষ্ট্রীয় ব্যয় বেদনাদায়কভাবে কমিয়ে আনা হয়েছে।
8সারা দেশ জুড়ে দরিদ্র এবং বেকার লোকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।O número de pobres e desempregados aumentou em todo o país, mas Andaluzia tem sido a principal atingida.
9তবে আন্দালুসিয়াতে বিশেষভাবে এই প্রভাব পড়েছে।Protestos são comuns, mas um grupo fez o deles exclusivamente ao estilo andaluz.
10আন্দালুসিয়ানে প্রতিবাদ কর্মসূচী পালনের বিষয়টি খুবই সাধারণ একটি বিষয় হলেও, একটি দল অভিনব উপায়ে তাঁদের প্রতিবাদ জানিয়েছে।
11জুনের শেষ দিকে ফ্লামেনকো বিশ্বের সাথে যুক্ত একটি গ্রুপের তিনজন সক্রিয় কর্মী এই প্রতিবাদ জানায়। গ্রুপটির নাম এফএলও৬*৮।No final de junho, três membros do FLO6x8 [es], um grupo de ativistas que possui vínculos com o mundo do flamenco, interromperam o parlamento regional manifestando-se contra o desemprego, a corrupção e a crise cantando músicas nesse estilo.
12তারা এক জনের পর একজন ফ্লামেনকো রীতিতে গান গেয়ে তাদের আঞ্চলিক সংসদ কার্যক্রমকে ব্যাহত করেছেন।
13তারা ফ্লামেনকো রীতিতে বেকারত্ব, দুর্নীতি এবং অর্থনৈতিক সংকট নিয়ে কথা বলেছেন।
14প্রতিবাদকারীরা গান গাইতে শুরু করার খুব অল্প সময়ের মধ্যে প্রতিবার দর্শক গ্যালারি থেকে তাদেরকে বের করে দেয়া হয়েছে।
15এ সময়ে এই প্রতিবাদটি প্রচার মাধ্যম ধারণ করে সম্প্রচার করে।A cada vez, os manifestantes foram retirados da galeria pública logo após começarem a cantar.
16প্রতিবাদের একটি সংশোধিত ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়েছে। পোস্ট করার পর থেকে এ পর্যন্ত ভিডিওটি খুব দ্রুত ছড়িয়ে পড়েছে।A manifestação recebeu cobertura da mídia na época, e um vídeo editado foi postado no Facebook, tornando-se viral, com mais de 48 mil compartilhamentos.
17এ পর্যন্ত ৪৮,০০০ বার তা শেয়ার করা হয়েছে।Assista ao protesto performático abaixo com legendas em inglês:
18এই অভিনব প্রতিবাদ কর্মসূচীটির ভিডিও নিচে দেখতে পাবেন। ভিডিওটির সংলাপ ইংরেজী ভাষায় অনূদিতঃO primeiro cantor criticou a falta de empregos na Espanha, o que levou muitos jovens espanhóis a deixarem o país à procura de trabalho em outros lugares [en]:
19প্রথম শিল্পী স্পেনে কর্মসংস্থানের অভাব নিয়ে গান গেয়েছেন।
20কেননা কর্মসংস্থানের অভাবের কারণে অনেক তরুণ স্পানিয়ারডরা কাজের খোঁজে নিজ দেশ ছাড়তে বাধ্য হয়েছেনঃ ভিক্ষাবৃত্তিImplorando é como você quer me ver ou que eu emigre Implorando por um trabalho de merda enquanto vocês engordam com seus recessos E todos vocês são lacaios da troika
21যেভাবে আপনি আমাকে দেখতে চান
22অথবা যে কারণে আমি দেশান্তরিত হই।
23একটি জঘন্য কাজের খাতিরে যখন আপনারা সবাই বিশ্রাম নিয়ে নিয়ে মোটা হয়ে যাচ্ছেন।Dois terços da população andaluz estão desempregados, de acordo com as últimas pesquisas da agência de estatística da União Européia Eurostat[en].
24আর আপনারা সবাই ত্রয়ীর চামচা।
25ইউরোপিয়ান ইউনিয়ন পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট এর দেয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দুই-তৃতীয়াংশ আন্দালুসিয়ান বর্তমানে বেকার।
26কৃষি এবং পর্যটন এ অঞ্চলের প্রধান দুইটি শিল্প। ২০০৭ সাল থেকে ২০১২ সালের মাঝে এ অঞ্চলে দারিদ্রতা শতকরা ১১ ভাগ থেকে বেড়ে ২৪.A pobreza na região, onde a agricultura e o turismo são as principais indústrias, cresceu 11% entre 2007 e 2012 para 24,1% [es], uma das maiores taxas da Espanha.
27১ শতাংশে দাঁড়িয়েছে। দারিদ্রতা বৃদ্ধির এই হার স্পেনের অন্য যেকোন অঞ্চলের চেয়ে সর্বোচ্চ।A Andaluzia pediu por um resgate [en] de Madrid, em setembro de 2012, tornando-se a quarta região a fazê-lo.
28আন্দালুসিয়া ২০১২ সালের সেপ্টেম্বর মাসে মাদ্রিদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে চেয়েছে। চতুর্থ অঞ্চল হিসেবে আন্দালুসিয়া এই আবেদন করে।A Espanha foi agraciada com o seu próprio pacote de resgate [en] de 126 bilhões de dólares a partir dos chamados troika - o Fundo Monetário Internacional, a Comissão Europeia e o Banco Central Europeu - alguns meses antes para recapitalizar seu setor bancário, que enfrentava dificuldades.
29আন্তর্জাতিক অর্থ তহবিল, ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে গঠিত তথাকথিত ত্রয়ী ১২৬ বিলিয়ন ইউরো পরিমাণ অর্থ স্পেনকে নিজস্ব প্রণোদনা প্যাকেজ হিসেবে দান করেছে।
30গত কয়েক মাস আগে তারা স্পেনকে এই অর্থ দিয়েছে রুগ্ন ব্যাংকিং খাতকে আবারও চাঙ্গা করে তুলতে।FLO6x8 havia feito performances em forma de protesto semelhantes no interior de bancos [es] cantando, dançando e tocando violão.
31এফএলও৬*৮ গ্রুপটি ব্যাংকের ভেতরেও গান গেয়ে, নেচে এবং গিটার বাজিয়ে একই ধরনের একটি প্রতিবাদ কর্মসূচী মঞ্চস্থ করেছে।
32তারই এক ঝলক দেখুনঃDê uma olhada:
33গ্রুপটি স্পেনে একটি নতুন সংবিধান প্রণয়নের পক্ষে কথা বলেছে।O grupo defende [es] a criação de uma nova Constituição, com a participação de todos os espanhóis.
34এমন একটি সংবিধান যেখানে সকল স্প্যানিয়ারডের অংশ গ্রহণ থাকবে।Até que isso aconteça, eles prometem aos políticos “vamos falar em qualquer lugar público onde vocês mostrarem seus rostos veneráveis​​”.
35সেটি না হওয়া পর্যন্ত তারা রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দিয়েছেন যে “আপনারা আপনাদের শ্রদ্ধেয় মুখখানি যেসব জনাকীর্ণ স্থানে দেখিয়ে থাকেন, সেসব স্থানেই আমরা প্রতিবাদ জানাব”।