Sentence alignment for gv-ben-20110204-15401.xml (html) - gv-por-20110203-16194.xml (html)

#benpor
1মিশর: ভিডিওতে সংঘর্ষের দৃশ্যEgito: Embates em vídeos
2এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশEste post é parte de nossa cobertura especial dos Protestos no Egito em 2011.
3সারা বিশ্বের মনোযোগ এখন মিশরের দিকে, যেখানে সেখানকার শাসকের বিরুদ্ধে চলতে থাকা বিক্ষোভ আজ দশম দিনে পা দিল।O mundo está de olhos no Egito, que já conta o 10º dia de protestos contra o regime político.
4যখন থেকে আবার ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়, তখন থেকে টুইটারে তাজা সংবাদ প্রদান, ছবি এবং ভিডিও উঠানোর পরিমাণ বেড়ে যায়। এই সব উপাদান, মিশরীয় নাগরিকদের চোখ দিয়ে মিশরের রাস্তার অবস্থা কি, তার দৃশ্য তুলে ধরছে।Com o reestabelecimento da conexão à internet, presenciamos um aumento da movimentação no twitter e o surgimento de fotos e vídeos retratando a situação nas ruas do país, de acordo com o olhar do povo Egípcio.
5ইউটিউব-এর সিটিজেনটিউব, সিটিজেন ভিডিও নামে পরিচিত সাধারণ নাগরিকদের তোলা ভিডিও যৌথভাবে সংগ্রহ করার কাজ শুরু করেছে।O Citizentube atua como uma curadoria coletiva de vídeo.
6ইউটিউবের পাতায় তারা যে কোন ব্যক্তির জন্য এক জমা দেবার অনুমতি পত্র রেখেছে, যেখানে যদি কেউ এই বিক্ষোভ সংক্রান্ত কোন সিটিজেন মিডিয়া ভিডিও খুঁজে পায় (অথবা নাগরিকদের তোলা ভিডিও উঠিয়ে রাখা হয়েছে), তাহলে তা যেন সাইটটিতে যুক্ত করা হয়।
7বিক্ষোভের কেন্দ্রে অবস্থানকারী ব্যক্তিদের একেবারে সম্পাদনা ছাড়াই ধারণ করা দৃশ্য মিশরের অভ্যন্তরে পরিস্থিতি কি, তা তুলে ধরছে, যেখানে লোকজন একসাথে জড়ো হয়ে রাষ্ট্রপতি মুবারকের পদত্যাগ দাবি করছে।Na página deles no YouTube, há um formulário de envio para que qualquer pessoa possa enviar imagens do protesto que serão depois incluídas no site.
8যদি আপনি ইউটিউবে কোন ভিডিও খুঁজে পান যা, মিশরের বিভিন্ন শহরের রাস্তায় কি ঘটছে তা তুলে ধরছে, তাহলে দয়া করা তার লিঙ্কটি এখানে যুক্ত করুন।Caso tenha encontrado vídeos no YouTube que documentem o que está acontecendo nas ruas do Egito, acrescente os links aqui.
9এখানে একটি ভিডিও রয়েছে, যা উপর থেকে তাহরির স্কোয়ারের কর্মকাণ্ডকে প্রদর্শন করছে:Veja um vídeo mostrando a movimentação na Praça Tahrir vista de cima:
10http://www.youtube.com/watch?http://www.youtube.com/watch?
11v=by3NvrMwupsv=by3NvrMwups
12এবং পরবর্তী এই ভিডিওটি বিক্ষোভের কেন্দ্রস্থল থেকে ধারণ করা, যা সেখানকার সংঘর্ষের দৃশ্য তুলে ধরছে:E este outro mostra os embates a partir do solo:
13অন্য উপাদানের মধ্যে রয়েছে মোবাইল ফোনের মধ্যে থাকা ফিচারের ব্যবহার, যার মাধ্যমে সবকিছু সরাসরি ওয়েবে তোলা হয়েছে। যেমন আহমেদ নাগিব, টুইটার এবং টাম্বালার একাউন্ট ব্যবহার মধ্যে দিয়ে এই সকল কাজ করেছে।Outras ferramentas em uso incluem aparelhos celulares que enviam vídeos diretamente para a internet, como Ahmed Naguib está fazendo com suas contas no Twitter e no tumblr.
14এছাড়াও সে ছবি নেটে তুলে দিয়েছে, যার মাধ্যমে দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীদের জন্য অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে।
15যেমন এই ভিডিওটি চিকিৎসা সামগ্রীর উপাদান সরবরাহ করার বিষয়টি প্রদর্শন করছে।Ele também disponibilizou fotos mostrando os hospitals improvisados para atender os manifestantes, como esta:
16ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর উপাদান সবরাহ করা।Medicine and Medical Supplies by Ahmed Naguib
17ছবি আহমেদ নাগিব-এর। এ ছাড়াও সে সংক্ষিপ্ত এক ভিডিও আপলোড করেছে, যা আপনাকে প্রদর্শন করবে ঘটনাস্থলে কি ঘটছে তার দৃশ্য।Ele também enviou vídeos rápidos que dão uma noção do que está acontecendo no local, como estas imagens mostrando músicos tocando na Praça Tahrir:
18যেমন এই ভিডিও-তে দেখা যাচ্ছে তাহরির স্কোয়ারে গায়কেরা গান গাইছে: http://qik.com/video/33502537http://qik.com/video/33502537
19অথবা পরবর্তী এই ভিডিও, যেটিতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা রাতের বেলায় স্লোগান দিচ্ছে এবং পতাকা নাড়ছে:Ou este outro que mostra manifestantes entoando cânticos e agitando bandeiras, à noite:
20http://qik.com/video/33517720http://qik.com/video/33517720
21ফেসবুকে, আহমেদ এলহাগ একটি গ্রাফিক ভিডিও উঠিয়ে দিয়েছে, যাতে দেখা যাচ্ছে সামরিক বাহিনীর ট্রাক বিক্ষোভকারীদের পেছনে ছুটছে; এই ভিডিওর আরো বিস্তারিত অংশটি ইউটিউবে পাওয়া যাবে:No Facebook, Ahmad Elhag enviou um vídeo mostrando um camburão do exército atropelando manifestantes pelas costas: uma versão mais longa pode ser vista no YouTube:
22তবে, কেবল সরকারের ট্রাক প্রতিবাদকারীদের পেছনে ছুটছে না; পরবর্তী ভিডিওটি প্রদর্শন করছে, কি ভাবে সরকারের লোকজন তাদের নোংরা কাজের জন্য ঘোড়া এবং উটের ব্যবহার করছে। তারা ডজন খানেক লোকের উপর দিয়ে এইসব প্রাণীকে চালিয়ে দিয়ে, কেবল ওইসব লোকের জীবন বিপন্ন করছে না, তার সাথে তারা এইসব প্রাণীদের জীবন বিপন্ন করছে।Mas não são apenas carros que governo está usando para atropelar a população que protesta: no vídeo a seguir é possível ver como cavalos e camelos estão sendo usados para o trabalho sujo, colocando em risco não apenas dezenas de pessoas, mas também os animais.
23শুরুর খণ্ডযুদ্ধের পর, বিক্ষোভকারীদের এইসব চালকহীন প্রাণীদের পরিচালিত করতে দেখা যায়।Após o confronto inicial, os manifestantes são vistos conduzindo os animais já sem cavaleiros:
24পরবর্তী ছবি যেন নিজেই সব কিছু বলে দিচ্ছে। মন্তব্য নিষ্প্রয়োজন!!E a imagem a seguir diz tudo: Sem comentários!
25ছবি আমালশোউকিরPor AmalShawki