# | ben | por |
---|
1 | সিরিয় শিল্পীদের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা | O feliz Natal dos artistas sírios |
2 | যেহেতু সিরিয়াতে জাতীর গৃহযুদ্ধ চতুর্থ বছরে পদার্পণ করেছে, তাই সিরিয়ার খিস্টান সম্প্রদায় নীরবে তাদের ধর্মীয় উৎসব বড়দিন পালন করেছে। | |
3 | এই যুদ্ধে ১ লক্ষেরও বেশী লোক নিহত হয়েছে। | [Todos os links conduzem a sites em inglês, exceto quando indicado o contrário.] |
4 | নিজেদের ঘরবাড়ি থেকে উৎখাত হওয়া লাখ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় খুঁজছে। আশ্রয়হীনতার সাথে সাথে পুরোদস্তুর শীত এসে পরেছে এবং তারা ফিরে যাওয়ার জন্য মিনতি করছে। | Os cristãos da Síria celebram discretamente o Natal, enquanto a guerra civil nacional entra em seu quarto ano, marcando a morte de mais de 100 mil pessoas e o deslocamento de milhões para países vizinhos, onde buscam asilo. |
5 | এ অবস্থা আল জাজিরার রিপোর্টে ব্যাখ্যা করা হয়েছে। | |
6 | এ বছরে সিরিয়াতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, মৃত্যু এবং প্রচুর পরিমাণে অপহরণের চাক্ষুষ প্রমাণ পাওয়া যাচ্ছে। | Junto com o asilo, veio um inverno severo e preces para a volta para casa, como esta reportagem da emissora Al Jazeera explica. |
7 | এতে করে দেশটির বেশীরভাগ নাগরিকই আশাহত হয়ে পড়েছে। নাগরিকদের এই নৈরাশ্য বিভিন্ন শিল্পীদের শিল্প কাজে ফুটে উঠতে শুরু করেছে। | Este ano, a Síria testemunhou uma imensa destruição, mortes e um número tremendo de sequestros que deixaram a maioria de seus cidadãos sem esperança. |
8 | মাঝে মাঝে তারা কয়েক লক্ষ শব্দের জায়গায় কেবল মাত্র একটি শিল্পকর্মের দ্বারা একটি জাতির নিদারুণ বেদনা ফুটিয়ে তোলেন। সিরিয়ার শিল্পকর্মে সান্টা ক্লজের চিত্রাঙ্কন | Esta falta de esperança [pt] pode ser vista nos trabalhos de artistas que, muitas vezes, expressam em uma única obra de arte a angústia da nação de uma maneira melhor que um milhão de palavras. |
9 | সিরিয়াতে অপহরণের মাত্রা তুলে ধরতে জাওয়াদ একজন অপহৃত সান্টা ক্লজের একটি ছবি এঁকেছেন। | Representações do Papai Noel em obras de arte sírias |
10 | পুরনো ছেঁড়া কাপড় পরা অবস্থায় বন্দুকের সামনে হাঁটু মুড়ে বসে থাকা অবস্থায় একজন সান্টা ক্লজের ছবিঃ | Simulando os sequestros na Síria, Jawad pintou um Papai Noel sequestrado, com roupas esfarradas e ajoelhado sob a mira de uma arma: |
11 | [ছবি সূত্রঃ জাওয়াদের ফেসবুক পাতা] | [Fonte: Arte na página do facebook de Jawad] |
12 | [ছবি সূত্রঃ আনাস সালামের ফেসবুক পাতা] | [Fonte: Página do facebook de Anas Salameh] |
13 | কমিকস৪ كوميك لأجل سوريا এর আঁকা। [ছবি সূত্রঃ কমিক্স৪ সিরিয়া كوميك لأجل سوريا এর ফেসবুক পাতা] | Feito por Comic4 Syria كوميك لأجل سوريا [Fonte: Página do facebook da Comic4 Syria كوميك لأجل سوريا] |
14 | উসায়েম আল জাহারির আঁকা [উসায়েম আল জাহারির ফেসবুক পাতা] | Obra de Wissam Al Jazariry [Fonte: Página do Facebook de Wissam Al Jazariry] |
15 | একটি ক্ষুদ্র ব্যাঙ্গ নাটিকাতে জিঙ্গল বিলের ক্রিসমাস গানের মাধ্যমে সিরিয়ার স্বাধীনতা চাওয়া হয়েছে এবং বাশার আল-আসাদের উচ্ছেদ কামনা করা হয়েছে। | |
16 | মোগলি মোগলি নামে পরিচিত, এই নাটিকাটি যিনি তৈরি করেছেন, তিনি নিপীড়িত হয়ে মারা গেছেনঃ | Uma sátira faz alusão à canção dos sinos natalinos além de clamar por liberdade e pela expulsão de Bashar Al-Assad. |
17 | আনোয়ার আল ঈসা রক্তে ভেজা রূপক অর্থে একটি অলঙ্করণ এঁকেছেন। | O autor da sátira, conhecido como Mogwli Mowgli, morreu sob tortura: |
18 | দেখা যাচ্ছে, একটি হিমাগারে অলঙ্করণটি ঝুলছে। সিরিয়ার নাগরিকরা এই ক্রিসমাসে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এই শিল্পকর্মটিতে যেন সেই ভয়াবহ হিমায়িত অবস্থা চিত্রিত করা হয়েছেঃ | Anwar Al Eissa pintou um ornamento metafórico encharcado de sangue pendurado em um freezer, remontando às terríveis e geladas condições que muitos sírios estão a vivenciar neste Natal: |
19 | [ছবি সূত্রঃ আনোয়ারআর্টস ফেসবুক পাতা] | [Fonte: Página do facebook de Anwart] |
20 | বাশারের পক্ষ থেকে বড় দিনের শুভেচ্ছা ! | Feliz natal e os melhores votos de Bashar! |
21 | এই বিবেচনা করে হানি আব্বাস একটি শরনার্থী তাঁবুর বাইরে রাখা একটি ক্রিসমাস গাছের ছবি এঁকেছেনঃ | #Síria Enquanto isso, Hani Abbas cria uma árvore de natal a partir de uma tenda de refugiados: |
22 | [ছবি সূত্রঃ হানি আব্বাস কার্টুন] | [Fonte: Cartoon de Hani abbas] |
23 | [ ছবি সূত্রঃ মোহাম্মদ আলউইসের ফেসবুক প্রোফাইল] | [Fonte: Página do Facebook de Mohamad Alweis] |
24 | ভিমিওতে ইয়াদ আলজারদ থেকে أجراس২০১৩ - বেলস ২০১৩। | Bells 2013 - أجراس 2013, por eyad aljarod no Vimeo. |