# | ben | por |
---|
1 | ছবিঃ কমোরোস, মাদাগাস্কার এবং ম্যাসকারেন দ্বীপপূঞ্জের মানুষ | FOTOS: Humanos de Comores, Madagáscar e Ilhas Mascarenhas |
2 | “দি হিউম্যানস অফ_____” ( এলাকার মানুষেরা) নামক বিষয়টি সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত রাস্তার সাধারণ মানুষের ছবি এবং সংগৃহীত সাক্ষাৎকার ফেইসবুকে প্রদর্শন সংক্রান্ত প্রকল্পের ধারণা। | O conceito “Humans of _____” (Humanos de _____) é um projecto fotográfico que apresenta retratos de rua e entrevistas de pessoas comuns de todo o mundo. |
3 | চিত্রগ্রাহক ব্রান্ডন স্টানটোন-এর বহুল প্রচারিত হিউম্যানস অফ নিউইয়র্ক এর সাফল্য থেকে এই ধারনাটি জনপ্রিয় হয়েছে। এই চিন্তাটি বিশ্বে শত শত একই ধরনের প্রকল্পের জন্ম দিয়েছে, যার বিস্তৃতি ল্যাটিন আমেরিকা হতে দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা পর্যন্ত। | Com origem no popular Humans of New York [en], de Brandon Stanton, a ideia tem gerado centenas de projectos semelhantes em todo o mundo, desde a América Latina até à Ásia Meridional [en], passando pelo Médio Oriente e Norte de África [en]. |
4 | যদিও ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকা মহাদেশের দ্বীপ মাদাগাস্কারের নিজস্ব হিউম্যানস অফ প্রকল্প রয়েছে, তারপরেও বিষয়টি তার নিকটবর্তী স্থান ম্যাসকারেন দ্বীপপূঞ্জে এখনো শুরু হয়নি, যে এলাকাটি এর পশ্চিমে অথবা কমোরো দ্বীপপুঞ্জের উত্তরপশ্চিমে অবস্থিত। | Embora a ilha africana de Madagáscar, no Oceano Índico, tenha o seu próprio projecto “Humanos”, o fenómeno ainda não se desenvolveu nas vizinhas Ilhas Mascarenhas, ao oeste, ou nas Comores, a noroeste. |
5 | আমরা আশা করি যে এই অঞ্চলের অনেক প্রতিভাবান ফটোগ্রাফার এই চ্যালেঞ্জটি গ্রহণ করবে। | Esperamos que os muitos fotógrafos talentosos da região assumam o desafio. |
6 | আর বিষয়টি শুরু করার জন্য এখানে কমোরো, মাদাগাস্কার, মরিশাস এবং রিইউনিয়নের কিছু ছবি তুলে ধরা হল। | Podemos começar por algumas fotografias de Comores, Madagáscar, Maurícia e Reunião. |
7 | হিউম্যানস অফ কমোরোস: | Humanos de Comores |
8 | নিচের ছবিটি তুলেছে গ্রান্ড কমোরোর (নাগাজিদিজা) রাজধানী মোরানির ডেভিড স্ট্যানলি। | A fotografia que se segue foi tirada por David Stanley em Moroni, capital da Grande Comore (Ngazidja). |
9 | এই ছবিতে এক তরুণীকে পানির পাত্র বয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে। | Uma jovem mulher transporta um garrafão de água. |
10 | কমোরো দ্বীপের অনেক স্থানে সুপেয় পানি পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। | O acesso a água potável é ainda uma luta em grande parte de Comores: |
11 | ইউনিয়ন অফ দি কমোরো এলাকার গ্রান্ড কমোরোর রাজধানী মোরানিতে সাধারণের জন্য তৈরী এক পানির নল থেকে শিশুরা পানি সংগ্রহ করছে। | Crianças recolhem água de torneiras públicas em Moroni, Grande Comores, União das Comores. |
12 | ছবি ডেভিড স্ট্যানলীর। সিসি লাইসেন্স বাই -২. | Foto por David Stanley, Licença CC BY-2. |
13 | ০। হিউম্যানস অফ মাদাগাস্কার। | 0 Humanos de Madagáscar |
14 | জোয়ি আইয়ুব গ্লোবাল ভয়েসেস এর এক স্বেচ্ছাসেবক লেখক, যিনি সম্প্রতি হিউম্যান অফ মিডিল ইস্ট এন্ড নর্থ আফ্রিকা নামে এক ছবি-মালা পোস্ট করেছেন, তিনি ফেসবুকে হিউম্যান অফ মাদাগাস্কার নামের একটি পাতা তৈরীতে সাহায্য করেন। | Joey Ayoub, um colaborador do Global Voices que publicou recentemente um post fotográfico em Humanos do Médio Oriente e Norte de África [en], ajudou a criar a página de facebook “Humanos de Madagáscar”. |
15 | এরপর তিনি এই প্রকল্পটি লালাহ আরিনিয়ানের হাতে হস্তান্তর করেন, মাদাগাস্কারে বাস করা লালাহ নিজেও গ্লোবাল ভয়েসেস -এর একজন স্বেচ্ছাসেবক লেখক/অনুবাদক। | Posteriormente entregou o projecto a Lalah Ariniaina, também ela uma colaboradora do Global Voices a viver em Madagáscar. |
16 | এখানে হিউম্যানস অফ মাদাগাস্কারের ফেসবুক পাতার সাম্প্রতিকতম পোস্ট তুলে ধরা হল: | Aqui fica um dos posts mais recentes na página de facebook “Humans of Madagascar” [en]: |
17 | “তারিকা মাইনটি” একটি ব্যান্ড, যা রাজধানী শহরের রাস্তার ড্রামবাদক এবং নাচিয়েদের নিয়ে তৈরী। | “Tarika Mainty”, uma banda criada por crianças tocando bateria e dançando nas ruas da capital. |
18 | ছবি লালাহ আরিনিয়ানার, অনুমতিক্রমে ব্যবহৃত। | Foto por Lalah Ariniaina, usada com permissão |
19 | ব্লগ পোস্টের সাথে লালাহ জীবিকার জন্য ব্যান্ড তৈরী করা তিনজন শিশুর জীবন সম্বন্ধে আরো বিস্তারিত তুলে ধরেছে [ফরাসী ভাষায়]: | No post que acompanha a fotografia, Lalah entra em detalhe sobre a vida destas três crianças que formaram uma banda para ganhar o seu sustento [fr]: |
20 | আমি তিনজন বালকের দেখা পেলাম যাদের সবার বয়স ১০ বছর। | Conheci três meninos, todos com uns dez anos de idade. |
21 | তারা একটি ব্যান্ড দল তৈরী করেছে যার নাম “মাইনটি” (মালাগাছি ভাষায় যার মানে হচ্ছে কালো)। | Formaram a banda “Mainty” (“Negro” em malgaxe). |
22 | এর ড্রামবাদক হচ্ছে ফেব্রিসে, আর ক্রিশ্চিয়ান নিজের তৈরী হর্ন (ভেঁপু, যেমনটা জন্মদিনের অনুষ্ঠানে বাজানো) হয়, আর সেড্রিক বাজনার তালে তালে নাচে। | Fabrice toca bateria, Christian faz barulho com uma corneta (como as que usamos nas festas de aniversário) e Cedric dança. |
23 | তারা আনতানানারিভার উপশহর প্রদক্ষিণ করে ছোট ছোট অনুষ্ঠান প্রদর্শন করে। | Fazem pequenos espectáculos de rua pelos bairros do centro da cidade. |
24 | হিউম্যানস অফ মরিশাস | Humanos da Maurícia |
25 | এখনো হিউম্যানস অফ মরিশাস নামক ব্লগ তৈরী হয়নি, কাজে এই প্রকল্প শুরুর জন্য হিউম্যানস অফ দুবাই পাতা কয়েকটি ছবি পোস্ট করেছে। | Como ainda não existe um blogue “Humanos da Maurícia”, a página “Humanos do Dubai” postou algumas fotos para impulsionar o projecto. |
26 | এখানে পোর্ট লুইসের একটি প্রচলিত খাবারের দোকানের ছবি তুলে ধরা হয়েছে: | Aqui fica uma foto de uma típica mercearia em Port Louis: |
27 | হিউম্যানস অফ দুবাই-এর মাধ্যমে পাওয়া ও তার অনুমতিক্রমে ছাপানো পোর্ট লুইসের এক নিত্য পণ্যের দোকানের সামনে দাঁড়ানো মানুষের ছবি। | Homem em frente a mercearia em Port Louis, via “Humanos do Dubai”, usada com permissão |
28 | হিউম্যানস অফ রিইউনিয়ন এখনো হিউম্যানস অফ রিইউনিয়নের কোন পাতা তৈরী করা হয়নি, কিন্তু এই কাজটি শুরুর জন্য এক চমৎকার স্থান হচ্ছে ইল ডে লা রিইউনিয়ন টুরিজম-এর (আইআরটি) ফেসবুক পাতা। | Humanos de Reunião A página “Humanos de Reunião” também não foi criada ainda, mas um bom começo se deu pelas fotos partilhadas pela página de facebook do organismo de turismo local, o IRT (Ile de La Réunion Tourisme). |
29 | তারা এই দ্বীপের নানান বৈচিত্র্যময় ছবি এখানে সরবরাহ করেছে। | Lá podemos encontrar uma grande variedade de fotografias que ilustram a diversidade da ilha. |
30 | এখানে রিইউনিয়নের সেইন্ট ম্যাক্সিমের কয়েকজন শিল্পীর ছবি তুলে ধরা হয়েছেঃ: | Aqui fica uma foto de um grupo de artistas de Saint Maxime, ilha de Reunião: |
31 | রিইউনিয়নের ম্যাক্সিম লোয়াপে এবং তাদের শিশুরা, অনুমতিক্রমে ব্যবহৃত। | Maxime Laope e “as suas crianças” em Reunião, usada com permissão |