Sentence alignment for gv-ben-20090527-3144.xml (html) - gv-por-20090515-3048.xml (html)

#benpor
1ক্যাম্বোডিয়া: সক্রিয় সংসদ সদস্যা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলা হয়তো তুলে নেবেনCamboja: Parlamentar Ativista Pode Retirar Processo Contra Primeiro-Ministro Mu Sochua [En] é uma ativista internacionalmente reconhecida [En] e membro da Assembléia Nacional do Camboja pelo Partido Sam Rainsy [En].
2মু সচুয়া একজন আর্ন্তজাতিকভাবে পরিচিত সক্রিয় কর্মী ও ক্যাম্বোডিয়ার জাতীয় সংসদের স্যাম রেইনসি পার্টির (এসআরপি) সদস্য।Ela recentemente abriu um processo contra o primeiro-ministro do país, Hun Sen [En], por conta de comentários difamatórios feitos por este em abril de 2009.
3ভদ্রমহিলা সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।Subsequentemente, Hun Sen abriu um contra-processo contra Mu Sochua, também por difamação.
4হুন সেন ২০০৯ সালের এপ্রিল মাসে তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছিল।KI Media [en] publicou um artigo do Phnom Penh Post detalhando o contra-processo de Hun Sen:
5ঘটনাক্রমে হুন সেনও মু সচুয়ার বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা দায়ের করেছেন ।“O advogado do governo, Ky Tech, representando Hun Sen, entrou com um contra-processo.
6কেআই মিডিয়া নমপেন পোস্ট পত্রিকা থেকে বিস্তারিত উল্লেখ করে হুন সেনের পাল্টা মামালার বিষয়টি নিয়ে লেখা পোস্ট করেছে:
7সরকারি আইনজীবি কেই টেক হুন সেনের হয়ে পাল্টা মামলা দায়ের করেন। কেই টেক দাবী করেন তিনি মু সচুয়া এবং অন্যদের কাছ থেকে ক্ষতিপুরণ বাবদ ১০ মিলিয়ান রিয়েল (২৪২৭ ডলার) ক্ষতিপুরণ চান।Ky Tech afirma que vai pedir por volta de 10 milhões de riels (US$ 2,427) por danos causados por Mu Sochua e outras pessoas não especificadas por conta da difamação de seu cliente na coletiva de imprensa ocorrida na última quinta-feira.”
8বৃহস্পতিবারে এক সংবাদ সম্মেলনে তার বিশেষ মক্কেলের হয়ে সুর্নিদিষ্ট ব্যাক্তির সবার নাম উল্লেখ না করে তিনি কথাগুলো বলেন।
9এর বিপরীতে মু সচুয়া তার মামলায় ৫০০ রিয়াল ক্ষতিপুরণ দাবী করেছেন।Em contraste, Mu Sochua está pedindo 500 riels (aproximadamente 13 centavos de dólar) em seu processo.
10ক্যাম্বোডিয়ান ব্রাইট ফিউচার একটি চিঠি পোস্ট করছেন যে চিঠিতে মু সচুয়া লিখেছেন:O blogue Cambodian Bright Future [en] publicou uma carta na qual Mu Sochua escreve:
11কয়েকদিনের মধ্যে আমার সংসদীয় নিরাপত্তা তুলে নেওয়া হবে যাতে কোর্ট আমার ঘটনাটি তদন্ত করতে পারে।“Em alguns dias minha imunidade parlamentar será suspensa para que a corte possa ‘investigar' o meu caso.
12এটি বিরোধী দলীয় রাজনীতিবিদ অথবা মানবাধিকার কর্মী অথবা গরীব ব্যক্তি যারা আদালত-এর কর্মচারীদের ঘুষ দিতে পারে না তাদের জন্য সাধারণ ব্যাপার।Este é o procedimento normal para políticos do partido de oposição ou ativistas dos direitos humanos ou para os pobres que não podem subornar os oficiais da corte.
13আমাকে কুখ্যাত জেল “প্রে সার” এ পাঠানো হবে।
14ততদিন পর্যন্ত সেখানে রাখা হবে যতদিন আদালত ইচ্ছা প্রকাশ করে…. এখনও কি বিশ্ব নিরব হয়ে দেখছে যে ক্যাম্বোডিয়া একজন মাত্র ব্যক্তির দ্বারা শাসিত হচ্ছে?Eu serei detida na notória prisão de ‘Prey Sar' por tanto tempo quanto a corte desejar… Será que o mundo ainda está assistindo em silêncio enquanto o Camboja é hoje governado por um único homem?”
15মু সচুয়ার চিন্তার প্রতিধ্বনি করেছেন ডিটেইলস আর স্কেচি:O blogue Details are Sketchy [en] ecoa os pensamentos de Mu Sochua:
16বিবেচনা করা যাক প্রধানমন্ত্রী হুন সেন আদালতের মালিক, (একটি মানহানির মামলা) অনেকটাই তার জন্য গ্রহণযোগ্য নয়।“Considerando que o primeiro-ministro Hun Sen é dono das cortes, [um processo por difamação] parece improvável.
17কিন্তু তার সৌভাগ্যকামনা করি।Mas, boa sorte.
18দুই সেকেন্ডের জন্য তা কৌতুহল তৈরী করে-এই মামলাটিকে বাতিল করার আগে আদালত কতটা সময় নেবে।
19মু সচুয়া সম্প্রতি ভিওএ বা ভয়েস অফ আমেরিকা খেমার-এর এক অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন। সেখানে তিনি ঘোষণা দেন, তিনি তার এই মামলাটি তুলে নিচ্ছেন।Vai ao menos nos trazer uns dois segundos interessantes - que vão ser o tempo necessário que a corte provavelmente vai levar para jogar o caso fora.”
20মু সচুয়া বলেন, “যদি উভয় পক্ষ তাদের অভিযোগ উঠিয়ে নিতে আগ্রহী হয়, তবে দেশের স্বার্থে তিনি এই মামলা তুলে নিতে চান।”Mu Sochua foi recentemente convidada no VOA Khmer [en], onde ela anunciou que ela está pensando em retirar seu processo.
21হিউম্যান রাইট ওয়াচ মু সচুয়াকে সমর্থন করেছে এবং সারাবিশ্বের সকলকে এই ব্যাপারে তাকে সমর্থন করার আহবান জানাচ্ছে । ইকুইটিকাম.“Para proteger o país, se os dois lados concordarem em retirar os processos, eu irei concordar,” disse Mu Sochua.
22টিভি সম্প্রতি মু সচুয়ার সাক্ষাৎকার নিয়েছে। সাক্ষাৎকারের বিষয়বস্তু ছিল ক্যাম্বোডিয়ার রাজনীতিতে মেয়েদের অবস্থান।O Human Rights Watch (Observatório dos Direitos Humanos) [en] apóia Mu Sochua e está pedindo por mais apoio do resto do mundo.
23তার সাক্ষাৎকারটি ছিল এই বিষয়ে দ্বিতীয়।Mu Sochua foi recentemente entrevistada pela Equitycam.tv sobre a situação das mulheres na política do Camboja.
24এই বিষয়ে মু সচুয়ার সহকর্মী সংসদ সদস্যা মেন সাম ওনের প্রথমে সাক্ষাৎকার নেওয়া হয়।Sua entrevista é a segunda, logo após a entrevista da legisladora Men Sam On.