Sentence alignment for gv-ben-20080524-957.xml (html) - gv-por-20080523-1048.xml (html)

#benpor
1প্রতিরোধের ১০ বৎসর উদযাপন করছে কলম্বিয়ার সামরিক বিরোধী যুবদলGrupo jovem anti-militarista colombiano comemora 10 anos de resistência
2কলম্বিয়ায় বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের প্রতিবাদ-বার্তা গানের মাধ্যমে ছড়িয়ে দিতে গত ১৭ই মে ইয়ুথ নেটওয়ার্ক আয়োজিত এ্যানতিমিলি সোনোরো (স্প্যানিসে) অনুষ্ঠানের দশম বার্ষিকী পালিত হলো।O último 17 de maio foi marcado pela comemoração dos 10 anos do Antimili Sonoro [Es], um evento organizado pela Red Juvenil [Es] como uma forma de difundir, através da música, idéias sobre a resistência contra o serviço militar obrigatório na Colômbia.
3একটা কনসার্টের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছিলো এবং যুব সংগঠনটির অবাধ্যতা ও নাগরিক প্রতিবাদ আন্দোলনের দশম বর্ষ স্মরণ করতে মে মাসব্যাপী কনফারেন্স, আলোচনা-সভা ও মিছিলের আয়োজন করা হয়েছে।A data foi celebrada com um evento musical, e uma agenda repleta de conferências, palestras e marchas comemorando os 10 anos da organização jovem Disobedience and Civil Resistance Movement [Movimento da Desobediência e Resistência Civil, em inglês] foi marcada para o mês de maio.
4অনুষ্ঠানের আমন্ত্রণ ও প্রচারণামূলক ভিডিও ক্লিপ ও কনাসার্টে স্কা ব্যান্ডের একটা ক্ষুদ্র ভিডিও এখানে প্রদর্শিত হলো।
5“বিবেকের তাড়নায় আপত্তি” প্রবর্তনকারী আন্তর্জাতিক দিবসে দি ইয়ুথ নেটওয়ার্ক তাদের সেনাবাহিনী বিরোধী উৎসব উদযাপন করেছে।Além dos convites foram produzidos e difundidos vídeos promocionais e um vídeo curto de uma das bandas de ska que tocaram no evento.
6বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদান প্রত্যাহারের (স্প্যানিসে) এই পন্থায় ব্যাখ্যা করা হয় যে ব্যক্তি নৈতিকভাবে বিশ্বাস করে যে অন্য একজন মানবকে হত্যা করা উচিত নয়, এমনকি সামরিকবাহিনীর মধ্যেও।A Red Juvenil organizou seu festival anti-militarista no dia internacional para a promoção da Objeção por Consciência, uma forma do indivíduo optar por não fazer parte do serviço militar obrigatório [Es] mediante a explicação de que considera moralmente errado matar outro ser humano, mesmo que como parte de uma força militar.
7গুস্তাবো মনরোর লিখিত স্বীকারোক্তিতে (স্প্যানিসে) সেনাবাহিনী থেকে প্রত্যাহার করে নেয়া তরুনদের বিবৃতি রয়েছে।
8তাদের নিয়োগ করা হয়েছিলো ইচ্ছার বিরুদ্ধে এবং সেনাবাহিনীতে যোগ না দিতে চাওয়ায় পরবর্তীতে পরিবার ও বন্ধুদের থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল।Há testemunhos de jovens que fizeram esta opção, como se pode ver neste relato escrito por Gustavo Monroy [Es], recrutado contra a sua vontade e depois ostracizado por amigos e família por recusar-se a fazer parte das forças armadas.
9সামরিক বিরোধী গ্রুপের মাইস্পেস ওয়েবসাইটটির এই ইংরেজী নিবন্ধটিতে তাদের উদ্দেশ্য ও বিশ্বাস খুঁজে পাওয়া গেছে।O grupo anti-militarista explica seus objetivos e crenças neste artigo em inglês [En], encontrado na página do grupo no myspace [Es].
10প্রথমতঃ এই বছরের কনসার্টের আমন্ত্রণ, ইংরেজী সাব টাইটেলসহঃPrimeiro, o vídeo-convite do evento deste ano, falado em espanhol e com legendas em inglês:
11অনুষ্ঠানের প্রচারণার জন্য ইউটিউবের একটা ভাইরাল ক্যাম্পেইনঃE abaixo, uma campanha viral no Youtube promovento o evento:
12পরিশেষে, সেলফোনে রেকর্ড করা কনসার্টে রন ড্যামন স্কা ব্যান্ডের “দি নেইবার” গানটির ভিডিও দেয়া হলো।E por fim, direto do evento, um vídeo de baixa qualidade feito por um celular durante o show da Ron Daymon ska band [Es] durante a execução da música The Neighbor.
13হেই, যদি ভাল লেগে থাকে, পেছনের লিংকগুলো অনুসরণ করে এমটিভি ল্যাটিন আমেরিকার রিয়েলিটি কনটেস্ট শো' পেয়ে যাবেন এবং তাদের একটা ভোটও দিতে পারেন।Se você gostou da apresentação, você pode até seguir o link anterior para votar na banda em um concurso para um reality-show na MTV Latin America.
14চটজলদি একটা কথা মনে করিয়ে দেই যে এসব সহ গ্লোবাল ভয়েসে প্রদর্শিত অন্যান্য নাগরিক মিডিয়া ভিডিও আমাদের ইউটিউব ভিডিও চ্যানেলেও পাওয়া যায়।É sempre bom relembrar que estes e outros vídeos de mídia cidadã apresentados no Global Voices podem ser encontrados em nosso canal no Youtube.
15আমাদের কাছে নাগরিক মিডিয়া ভিডিও পাঠাতে সংশয় বোধ করবেন না। এমন কিছু পেয়েছেন যা আমাদের সাইটটির মাধ্যমে ছড়িয়ে দিতে চান সে সম্বন্ধে দু কলম লিখে একটা লিংক এখানে রেখে যেতে পারেন।Por favor, não pense duas vezes antes de entrar em contato conosco (em português, inglês ou espanhol) para enviar seus vídeos de midia cidadã, ou nos envie o link de seu vídeo e um breve parágrafo explicando do que se trata e por quê você acredita que o vídeo deva ser amplificado por nosso observatório.
16আপনাকে ধন্যবাদ।Muito obrigado. .