Sentence alignment for gv-ben-20110114-14744.xml (html) - gv-por-20110114-14355.xml (html)

#benpor
1তিউনিশিয়া: ইউটিউবে গণ-জাগরণের দৃশ্য তুলে ধরাTunísia: Imagens do levante no YouTube
2নাওয়াতের ইউটিউব চ্যানেল-তিউনিশিয়ায় কি ঘটছে, সেই সব ভিডিও দৃশ্য দেখার এক মাধ্যম
3২০০৭ সাল থেকে তিউনিশিয়ায় ভিডিও দেখার বিশেষ সাইট ইউটিউব বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু এই ঘটনা বাকি বিশ্বের মানুষকে তিউনিশিয়ার নাগরিকদের রাস্তার প্রতিদিনের সব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানানোর ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।
4তিউনিশিয়ার এই গণ-জাগরণ চতুর্থ সপ্তাহে পা দিয়েছে।Canal de Nawaat no YouTube - fonte de vídeos sobre o que está acontecendo na Tunísia
5সাইবার এক্টিভিস্টরা প্রতিদিন আরো অনেক ভিডিও পোস্ট করছে এবং সবখানে ছড়িয়ে দিচ্ছে, যারা চাইছে বিশ্ব দেখুক, সরকারের দ্বারা তারা কি পরিমাণ অত্যাচারিত হচ্ছে।
6তিউনিশিয়ার ব্লগ নাওয়াত, তার ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড করছে। ঘটনাস্থল থেকে, ঘটনার দৃশ্য এবং সংঘর্ষের ভিডিও সবাইকে প্রদর্শন করার জন্য এই সাইট নিজেকে উৎসর্গ করেছে।O acesso ao website YouTube está bloqueado na Tunísia desde 2007 - mas isso não está impedindo os tunisianos de compartilhar com o resto do mundo os horrores que eles estão enfrentando nas ruas.
7এই সব ভিডিও তুলে ধরছে ভয়ঙ্কর সব ঘটনা, কান্না এবং সেই মায়ের বুক চাপড়ানোর আওয়াজ, যে মায়ের ছেলেকে হত্যা করা হয়েছে এবং প্রতিবাদকারীদের উপর কাঁদানে গ্যাস ও তাজা বুলেট ছোড়ার দৃশ্য।
8একই সাথে এই সব ভিডিওতে রয়েছে প্রতিবাদ এবং অন্ত্যেষ্টিক্রিয়ার দৃশ্য। সাম্প্রতিক তোলা এই ভিডিও, আজকেই আপলোড করা হয়েছে।Enquanto o levante tunisiano entra em sua quarta semana, mais e mais vídeos estão sendo colocados no ar e divulgados pelos ciberativistas que querem que o mundo testemunhe o que está acontecendo com eles nas mãos das autoridades
9এতে দেখা যাচ্ছে যে এল হাদি কালাল নামক রাস্তায় এক দুরপাল্লার বন্দুকধারীর গুলিতে একজন প্রতিবাদকারী নিহত হয়েছে: ১১ জানুয়ারীর এই ভিডিও, সিদিবোউজিদ শহরের আল জউহোর এলাকা থেকে ধারণ করা হয়।O blog tunisiano Nawaat [Fr] tem um canal no YouTube dedicado à transmissão de registros em vídeo de confrontos e ocorrências que têm acontecido nas ruas, mostrando as cenas de horror, as lágrimas e os gritos das mães cujos filhos foram mortos e os manifestantes sendo atacados com tiros e bombas de gás lacrimogêneo, assim como cenas de protestos e funerais.
10এর ক্যামেরাম্যান এক বৃদ্ধ নারীর কথা শুনতে পায়, যে কিনা আতঙ্কিত হয়েছিল।O mais recente vídeo, divulgado hoje, mostra um manifestante morto por atiradores de elite na rua El Hadi Kalal:
11এই ভিডিওতে যে শব্দ ধরা পড়েছে তাতে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। আরেকটি ভিডিও যা ৩০ ডিসেম্বর তারিখে ধারণ করা হয়েছে, সেখানে যত জোরে গুলির শব্দ হয়, ঠিক তত জোরেই তা ধারণ হয়েছে:No vídeo abaixo, feito no dia 11 de janeiro, no bairro de Al Zuhour, em Sidi Bouzid, o homem que está filmando fala com uma mulher idosa, que está horrorizada, enquanto o som do disparo de armas é ouvido ao fundo:
12২৯ ডিসেম্বরে ধারণ করা এই ভিডিও ফারইয়ানা এলাকার বিক্ষোভের দৃশ্য প্রদর্শন করছে।Ainda em outro vídeo, feito no dia 30 de dezembro, o som de tiros é o mais alto possível:
13এখানে দৃশ্যের সাথে কানা তালা ধরানো কাঁদানে গ্যাসের বাক্স এবং গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে:Este vídeo, de 29 de dezembro, mostra cenas de um protesto em Feryana, onde o barulho ensurdecedor de cilindros de gás lacrimogêneo e munição sendo disparada é audível ao fundo:
14তিউনিশিয়ার গণ-জাগরণ সম্বন্ধে আরো জানতে চাইলে, এখানে,আমাদের বিশেষ পাতা দেখুন।Para obter mais informações sobre o levante na Tunísia, leia nossa cobertura especial aqui.