Sentence alignment for gv-ben-20110920-20093.xml (html) - gv-por-20110202-15872.xml (html)

#benpor
1প্যালেস্টাইন: প্রকাশিত ফিলিস্তিনি নথির প্রথম গুচ্ছের উপর প্রতিক্রিয়া
2এ পোস্টটি হচ্ছে আমাদের বিশেষ কাভারেজ উইকিলিকস ও বিশ্ব এর অংশবিশেষ।Palestina: Internautas Reagem ao Primeiro Lote de “Papéis Palestinos”
3মাহমুদ ওমরের পোস্টে ব্যবহৃত ছবি।Foto de Mahmoud Omar.
4২৩শে জানুয়ারি, ২০১১ তারিখে আল-জাজিরা প্রথম উইকিলিকস এর সদৃশ ফিলিস্তিন সংবাদ নামের একটি প্রকল্প উন্মোচন করেছে।No dia 23 de janeiro de 2011, a Al Jazeera revelou seu primeiro projeto ao estilo WikiLeaks no Oriente Médio: Os Palestine Papers [Papéis Palestinos, en].
5এবং এর সাথে সাথে তারা আল-জাজিরা ট্রান্সপারেন্সি ইউনিট নামের একটি সমবায়ী মিডিয়া মাধ্যমের আরম্ভ করেছে যেখানকার আরবি ও ইংরেজী চ্যানেলে সবাই যে কোনো ধরনের বিষয়বস্তু প্রকাশ করতে পারবে।Junto a isso, o canal lançou a Al Jazeera Transparency Unit [Unidade de Transparência da Al Jazeera, en], um meio de comunicação colaborativo online onde as pessoas podem submeter todos os tipos de conteúdo para transmissão em seus canais em árabe e inglês.
6ইতিমধ্যে প্রকাশ করা ১৬০০ নথির প্রথম গুচ্ছ সম্পর্কে ফিলিস্তিনি ও ফিলিস্তিনি পন্থী ব্লগগুলিতে নেট নাগরিকদের প্রতিক্রিয়া থেকে কিছু বাছাই করা প্রতিক্রিয়া তুলে ধরা হল।Na sequência um roundup de reações de internautas da Palestina e de blogs pró-Palestinos à primeira leva de 1600 documentos.
7৭ইবের এ, ফিলিস্তিন লিগ্যাল ত্রাণ তহবিলের চেয়ারম্যান, ম্যারি নাজ্জাল-বাতায়নেহ বলেছেন:Em 7iber [en], a presidente do Fundo de Apoio Jurídico da Palestina, Mary Nazzal-Batayneh disse:
8…কেউ এই ভেবে সান্ত্বনা পেতে পারেন যে, ‘আলোচনাকারীরা' যে পদক্ষেপই নিক না কেন আন্তর্জাতিক আইনে ফিলিস্তিনিদের অধিকার তারা কখনই নস্যাৎ করতে পারবেনা।… Alguém é depois consolado por saber que todas as medidas que poderiam ter sido tomadas pelos “negociadores” nunca esgotariam os direitos dos palestinos à luz do direito internacional.
9আন্তর্জাতিক আইনে যে অধিকারের কথা বলা আছে, তার মধ্যে ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার ও পূর্ব জেরুজালেমসহ অন্যান্য দখলকৃত ভূমির উপর ফিলিস্তিনিদের অধিকারও অন্তর্ভুক্ত হয় এবং কোনোকিছুই সেটিকে অকার্যকর করতে পারবেনা।Nada pode sobrepujar quaisquer direitos incorporados na lei internacional, incluindo os direitos dos refugiados palestinos e o direito dos palestinos a todos os Territórios Ocupados, incluindo Jerusalém oriental.
10অন্যদিকে, অ্যানি, একজন ফিলিস্তিনি পন্থী ব্লগার, মনে করেন যে ইজরায়েল তাদেরকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিতে সক্ষম হরেছে।Por outro lado, Annie [en], uma blogueira pró-Palestina pensa que Israel foi bem sucedida em nos voltar contra nós mesmos.
11যোহরাহ বাকেরের উদ্ধৃতিতে:Citando Joharah Baker [en]:
12“যদি ফিলিস্তিন সংবাদ থেকে কোনও বিষয় শিক্ষা নেয়া প্রয়োজন হয় তবে তা হচ্ছে ইজরায়েল আমাদেরকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিতে দুর্দান্তভাবে সফল হয়েছে।“Se alguma coisa deve ser aprendida a partir dos agora infames Papéis Palestinos é que Israel está se saindo brilhantemente bem sucedida em seu grande plano de nos voltar contra contra nós mesmos.
13কারণ আমরা এ ফাঁস হওয়া নথিগুলো সম্পর্কে ইজরায়েলি নেতাদের কোনোরকম প্রতিবাদ দেখছি না।”Nós não vemos nenhuma contestação por parte dos líderes de Israel contra a informação dos documentos vazados.”
14জাইদ খলিল আবু জায়াদ এর সাথে একমত পোষণ করেন:Ziad Khalil Abu Zayyad parece concordar (ar):
15যারা এ বিষয়ে মত প্রকাশ করতে গিয়েছে তাদের বেশিরভাগই রাজনৈতিক অসহিষ্ণুতার শিকার হয়েছে এবং সেটা কোনও মত সমর্থনের জন্য হোক, অথবা কাউকে সমালোচনা করে হোক কিংবা কোনও বিষয়ে আপত্তি জানিয়ে হোক…এজন্য এখন মত প্রকাশের জন্য ইন্টারনেট ও ফেসবুক ছাড়া বিকল্প কোনও পথ নেই এবং এসব জায়গায় প্রকাশিত বেশিরভাগ মতামতের সারাংশ হচ্ছে কুবচন, বিশ্বাসঘাতকতার অভিযোগ এবং কোনও কিছু না ভেবেই কোনও কিছুর সমর্থন প্রদান।A maioria dos que expressaram suas opiniões sofreram com a intolerância política de todos os outros, se defendendo, atacando ou se opondo … e a única maneira de expressar opiniões estava na Internet e no facebook e o conteúdo dessas opiniões foram ou xingamentos, acusações de traição ou de apoio sem pensar, na maioria das vezes.
16কেববফেস্ট এর একজন অতিথি ব্লগার বেশ ভালো একটি বিশ্লেষণ প্রদান করেছেন কিন্তু সবশেষে ইতি টেনেছেন এই বলে যে এটি কেবল ব্যবসা:O blogueiro convidado do KABOBfest oferece uma boa análise, mas conclui que se trata apenas de “Negócios como sempre” [en]:
17আমরা ফিলিস্তিন সংবাদের ফলাফল হিসেবে এখন পর্যন্ত ফিলিস্তিনের মধ্যে বিশেষ কোনও কিছু নিরীক্ষণ করিনি।Até agora, ainda temos de ver algo extraordinário, de qualquer maneira dentro da Palestina, surgiu como resultado dos Papéis Palestinos.
18মাহমুদ ওমর ফিলিস্তিনিদের ভাবমূর্তির কারণে বেশ ক্ষুদ্ধ।Mahmoud Omar parece chateado com a imagem dos palestinos [ar].
19তিনি (অনেকটা বিদ্রূপের সাথে) বলেছেন:Ele diz (de forma cínica):
20আল জাজিরা তার কাজ চালিয়ে যাবে, হয়ত এর কারণ তারা মতামতের ভিন্নতার উপর বিশ্বাস করে, কিংবা হয়ত এটা কাতারের রাজনীতির অংশ যারা ইসরায়েলের সাথে সন্দেহজনকভাবে সম্পর্কযুক্ত, কিংবা হয়ত এরা কোনও উদ্দীপক সংবাদের শুরু করতে চায়। কেন আল-জাজিরা পি.A Al Jazeera irá continuar, porque é um canal de mídia que acredita na diversidade de opiniões, ou porque é parte da política do Catar[,] que é suspeita de ter relações com Israel[,] ou porque quer conseguir um furo.
21এ ও ইসরায়েলি সরকারের গোপন সমঝোতার ১৬০০ নথি প্রকাশ করছে সে বিষয়ে আমার তেমন আগ্রহ নেই। আমি গুরুত্ব দেই দলিল, সংখ্যা, মানচিত্র, বিষয়বস্তুর উপর, আমার আগ্রহ আছে এটি জানার জন্যে যে তারা কোন ‘শান্তির' ব্যাপারে কথা বলছে।Eu não me importo muito que a Al JAzeera continue a publicar os 1600 documentos e negociações secretas entre a Autoridade Palestina e Israel, eu me preocupo com os documentos, números, mapas e conteúdo, eu me preocupo de que paz eles estão falando!
22জেরুজালেমে কি হচ্ছে, জেরুজালেম থেকে কি ফেরত আসছে, আমি কেবল বিষয়বস্তুর ব্যাপারেই আগ্রহী।Qual Jerusalém, qual retorno, eu me preocupo com o conteúdo.
23ফিলিস্তিনিদের উপর?Palestinos?
24হ্যাঁ, কিন্তু প্যালেস্টাইনটা কি?Sim, mas qual Palestina?