# | ben | por |
---|
1 | ইরানঃ নারী ব্লগারকে শাস্তি হিসেবে ৫০ বার বেত্রাঘাত করা হয়েছে | Irã: Blogueira castigada com 50 chibatadas |
2 | ১৪ সেপ্টেম্বর, ২০১১-এ ইরানের এভিন কারাগারে ৫০ টি বেত্রাঘাতের পর ইরানের নারী ব্লগার সোমাইয়ে তৌহিদলো তার ব্লগে এই কথা গুলো লিখেছে [ফার্সী ভাষায়]: | Essas foram as palavras que a blogueira iraniana Somayeh Tohidloo escreveu [fa] em seu blog depois de levar 50 chibatadas na Prisão de Evin em 14 de setembro de 2011: |
3 | আপনারা সুখী হউন, যারা আমাকে অপমান করতে চেয়েছেন। আমি স্বীকার করছি যে এখন আমার পুরো শরীর অপমানে জর্জরতি। | Alegre-se, pois se você quis me humilhar, confesso que sinto todo o meu corpo sofrendo com a degradação. |
4 | সোমাইয়ে তৌহিদলো | Somayeh Tohidloo |
5 | সোমাইয়ে ২০০৯ সালে রাষ্ট্রপতি নির্বাচনে, প্রার্থী মীর হুসেন মৌসাভী-এর পক্ষে সক্রিয় ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করছিল, এবং ২০০৯ সালে যখন ইরানে এক গণ আন্দোলন ছড়িয়ে পড়ে সে সময় তাকে ৭০ দিনের জন্য কারাগারে বন্দী রাখা হয়। | Somayeh trabalhou ativamente na campanha de Mir Hussein Mousavi durante a eleição presidencial de 2009, e foi presa por 70 dias em 2009, depois que um movimento massivo de protesto irrompeu no Irã. |
6 | পরে জামিনে তাকে মুক্তি দেওয়া হয়, কিন্তু ঘটনাক্রমে তাকে বেত্রাঘাত করা হল। | Ela foi liberada depois de pagar fiança, mas a sentença de 50 chibatadas foi, eventualmente, levada a cabo. |
7 | গ্রীন সিটি লিখেছে [ফার্সী ভাষায়]: | Green City escreve [fa]: |
8 | ইরানে সোমাইয়ে তৌহিদলোর মত পিএইচডি ডিগ্রীধারীকে বেত্রাঘাত করা হয়, সেখানে ৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রতারণা ঘটনা ঘটেছে [ লেক উরমিয়া নামক হ্রদের ঘটনায়] এবং এই প্রতারণার ঘটনায় কাউকে শাস্তি প্রদান করা হয়নি। | Estamos no Irã, onde Somayeh Tohidloo, pós-graduada com PhD, é chicoteada, enquanto uma fraude de US$ 3 bilhões [en] (relacionada ao Lago Urmia) acontece, e nada é feito para punir as ações fraudulentas. |
9 | গোমানামিয়ান ব্লগ লিখেছে [ফার্সী ভাষায়]: | O blog Gomnamian escreve [fa]: |
10 | সোমাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, সে আহমাদিনেজাদকে অপমান করেছে… আমি দেখতে পাচ্ছি, এক মানব্ এক অপরাধীর বিরুদ্ধে পোস্ট লেখার কারণে বেত্রাঘাতের মত শাস্তির শিকার হল। | Somayeh foi acusada de insultar Ahmadinejad… Fiquei chocado de ver um ser humano chicoteado por escrever um post sobre um criminoso. |
11 | আজারমেহের লিখেছে: | Azarmehr escreve [en]: |
12 | | Hoje, a página de Somayeh no Facebook foi inundada com mensagens de apoio. |
13 | আজ সোমাইয়ে-এর ফেসবুকের পাতা, সমর্থকদের সমর্থন বার্তায় ভরে গেছে, খাতামির প্রাক্তন উপদেষ্টা মোহাম্মদ আলি এবতাহি লিখেছে, “যারা সোমাইয়ে তৌহিদলোকে চেনে, তারা তাকে যৌক্তিক, বিনম্র এবং দৃঢ় চরিত্রের এক প্রতীক বলে মনে করে, আজ আমরা যখন শুনলাম যে ‘অত্যন্ত সম্মানিত রাষ্ট্রপতিকে' অপমান করার জন্য তাকে ৫০ টি বেত্রাঘাত করা হয়েছে, আমি মনে করি এতে সোমাইয়ে-এর দেহে নয়, ইরানের গর্বে বেত্রাঘাত করা হয়েছে। | Mohammad Ali Abtahi, ex-assessor de Khatami, escreveu: “Todos os que conhecem Somayeh Tohidlou, a considerava como um símbolo de moderação, racionalidade e caráter. Hoje, quando fiquei sabendo que ela já recebeu 50 chicotadas por ter insultado o “presidente muito respeitável”, senti que foi o orgulho iraniano quem foi flagelado e não o corpo do Somayeh. |
14 | সোমাইয়ে, কেবল তুমি একমাত্র ব্যক্তি যে এই শাস্তির ঘটনায় অপমানিত হওনি”। | Somayeh, você é a única que não foi humilhada como resultado dessa sentença ” |
15 | সাম্প্রতিক বছরগুলোতে ইসলামিক প্রজাতন্ত্র ইরান বেশ কিছু ব্লগারকে জেলে পাঠিয়েছে। | A República Islâmica encarcerou [en] vários blogueiros nos últimos anos. |
16 | ওমিদ রেজা মিরসায়াফি, ইরানের এক ব্লগার। ১৮ মার্চ, ২০০৯ সালে সে কারাগারে বন্দী থাকা অবস্থায় এক রহস্যজনক ঘটনায় মৃত্যু বরণ করে। | Omid Reza MirSayafi, blogueiro iraniano, morreu na prisão em 18 de março de 2009, em circunstâncias suspeitas. |