# | ben | por |
---|
1 | সিরিয়াঃ রমজানের প্রারাম্ভে হামা শহরে ট্যাঙ্কের প্রবেশ | Síria: Tanques entram em Hama na véspera do Ramadã |
2 | এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ-২০১১ এর করা বিশেষ কাভারেজের অংশ। | |
3 | রমজান মাস শুরুর প্রাক্কালে সিরিয়ার সেনাবাহিনী হামা শহরে প্রবেশ করে, সংবাদ পাওয়া গেছে এই ঘটনায় ৪৫ জনের মত ব্যক্তি নিহত হয়েছে রোবরার ৩১ জুলাই, বেলা ১১. 00 টার সময় পর্যন্ত এই পরিমাণ নিহতের সংবাদ পাওয়া গেছে। | Na véspera do Ramadã, tropas sírias entraram na cidade de Hama [en] e, segundo fontes, matando cerca de 45 pessoas [en] às 11 da manhã do domingo, 31 de julho. |
4 | এই হামলা বিশেষ করে সিরিয়ার নাগরিকদের মাঝে আলোড়নের সৃষ্টি করেছে , যখন হামা নামক শহরটি আধুনিক ইতিহাসে সবচেয়ে বীভৎস এক গণহত্যার শিকার হল। এরপর আসতে শুরু করা বেশিরভাগ টুইট ছিল এই ঘটনা সংক্রান্ত। | A investida teve particular repercussão entre os sírios, pois a cidade de Hama foi palco de um dos mais terríveis massacres da história moderna.. |
5 | এর অনেকগুলো ছিল সিরিয়ার অভ্যন্তরের আর কিছু ছিল বাইরের বিশ্ব থেকে আসা, যেগুলো এই হত্যার নিন্দা জানিয়েছে। এর মধ্যে অনেকে আন্তর্জাতিক পর্যায়ে সেই পরিমাণ বিক্ষোভ দেখা না দেওয়ায়, তাদের ক্ষোভ প্রকাশ করেছে। | A maior parte dos primeiros tuítes após o evento repassavam links para as notícias, enquanto muitos sírios do interior do país e do exterior condenavam as mortes, com alguns expressando raiva frente à falta de resposta ou revolta internacional. |
6 | এখনো অন্য অনেকে, যেমন, দিকালজেন৯৬৩, হামা থেকে আসা সংবাদের বিষয়ে তার সংশয় প্রকাশ করেছে। | Outros, como deekelgen963, expressaram dúvidas sobre as notícias vindas de Hama. |
7 | টুইটার থেকে আসা সকল প্রকৃত সংবাদের বিষয়ে দৃষ্টিভঙ্গি প্রদানের ক্ষেত্রে, একটি সংবাদ সঠিক। | Das notícias sobre Hama vindas através do Twitter, uma se destaca. |
8 | দেবকাফাইল সংবাদ প্রদান করছে : “হামা শহরের ৪০০,০০০ জন বাসিন্দার পানি, বিদ্যুৎ, এবং ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে “. | Debkafile relata: “Água, eletricidade, linhas telefônicas cortadas para os 400 mil habitantes de Hama”. |
9 | এদিকে হামা থেকে কয়েকটি ভিডিও পাওয়া গেছে। | Enquanto isso, de dentro de Hama, alguns vídeos surgiram. |
10 | শামস নিউজ নেটওয়ার্ক -এর কাজ থেকে একটি অস্পষ্ট ভিডিও পাওয়া গেছে, যাতে দেখা যাচ্ছে যে শহরে ট্যাঙ্কের প্রবেশ ঘটছে: | Um vídeo do Shams News Network [Rede de Notícias Shams] mostra tanques entrando na cidade: |
11 | আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, শহরের ভেতরে কালো ধোঁয়া উড়ছে: | Outro vídeo mostra uma fumaça negra subindo da cidade: |
12 | বিবিসি-এর সাংবাদিক সাইমা খাহলিল নির্দেশ করছে যে শহরের এই ঘটনার সময় সরাসরি ধারন করা ভিডিও এখন নেটে পাওয়া যাচ্ছে। | A jornalista da BBC, Shaimaa Khalil, divulgou streamings de vídeos vindos da cidade de Hama. |
13 | সংরক্ষিত এই সব ভিডিও এখানে পাওয়া যাবে। | O arquivo destes vídeos podem ser vistos aqui. |
14 | হামা শহরে পেশাদার কোন সাংবাদিক উপস্থিত না থাকা ফলে, সংবাদের জন্য একটিভিস্ট এবং নাগরিক সাংবাদিকদের উপর নির্ভর করতে হচ্ছে, যাদের জন্য ছবি তোলা এবং ভিডিও ধারণ করা অনেক ঝুঁকির বিষয়। | Sem a presença de jornalistas profissionais em Hama, o relato dos acontecimentos depende de ativistas e jornalistas-cidadãos, cuja captação de imagens e relatos são um risco sonciderável. |
15 | তবে সিরিয়ার কিছু একটিভিস্ট, যেমন @অয়াইসামতারিফ এবং @মালাথউমারান ক্রমাগত টুইটারে মাধ্যমে সংবাদ প্রদান করে গেছে। | Como resultado, as notícias costumam demorar a sair, mas alguns ativistas sírios, como @wissamtarif e @malathaumran estão continuamente tuitando as novidades. |