Sentence alignment for gv-ben-20120703-28334.xml (html) - gv-por-20130205-39398.xml (html)

#benpor
1আফ্রিকা: ছবি ও ভিডিওতে মানবিকতার জয়গানÁfrica: Celebrando a humanidade através de fotos e vídeos
2সম্প্রতি ২১টি ছবিকে গুরুত্ব দেয়া একটি বাজফীডের নিবন্ধ ফেসবুকে ১৬ লক্ষ শেয়ারের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যা মানবিকতার প্রতি আপনার বিশ্বাসকে পুনরুদ্ধার করবে।Post original publicado no Global Voices em 26 de junho de 2012. [Links em inglês, a não ser quando indicado de outra forma]
3Um artigo publicado no site de notícias BuzzFeed, que se tornou viral em meados de 2012 e foi compartilhado cerca de 1,6 milhão de vezes no Facebook, apresentou 21 imagens propícias a restaurar a fé na humanidade.
4দুর্ভাগ্যবশত, আফ্রিকা এবং আফ্রিকাবাসীরা এখানে অনুপস্থিত।Lamentavelmente, a África e os africanos ficaram fora desse artigo.
5বিদ্যমান বর্ণনা পরিবর্তনের প্রচেষ্টা সত্ত্বেও, আফ্রিকা মহাদেশ এখনো একটি শীর্ষ আন্তর্জাতিক সাহায্য গ্রহীতা এবং যেখানে আন্তর্জাতিক এনজিওগুলোর ঝুঁকিপূর্ণ স্থানীয় জনগণকে ‘উদ্ধার' করতে আসার স্থান হিসেবে ব্যাপকভাবে পরিচিত।Apesar dos esforços para mudar as narrativas existentes, o continente africano ainda é amplamente conhecido como maior beneficiário de ajuda internacional e o principal lugar para onde as ONGs internacionais se dirigem para “salvar” a frágil população local.
6মহাদেশটির প্রচুর চাহিদা অস্বীকার করার উপায় না থাকলেও অঞ্চলটির অনেক মানবিক গল্প থেকে প্রায়ই আফ্রিকাবাসীদের আফ্রিকাকে সাহায্য করার গল্পটি হারিয়ে যায়।Embora não se possa negar as enormes necessidades do continente, o que frequentemente é esquecido em meio às inúmeras histórias humanitárias da região são as histórias de africanos que ajudam africanos.
7তবে আফ্রিকা মহাদেশের মানবিক চেতনার সাক্ষ্য প্রমাণের কোন অভাব নেই।Ora, mas não faltam belos testemunhos do espírito humano do continente africano.
8এখানে কিছু ছবি ও ভিডিও প্রদর্শন রয়েছে যেগুলো বলে দেয় যে “আফ্রিকারও হৃদয় আছে”:Aqui estão algumas fotos e vídeos que mostram que “África tem coração” também.
9মিশরে নামাজের সময় স্বদেশী নাগরিকদের সুরক্ষা:Protegendo compatriotas durante orações no Egito
10৩রা ফেব্রুয়ারি, ২০১১ তারিখে মিশরীয় বিপ্লবের সময় কায়রোর তাহরির স্কোয়া্রে বিক্ষোভকারী এবং মিশরীয় রাষ্ট্রপতি মুবারকের সমর্থকদের মধ্যে সহিংসতার মাঝে খ্রিস্টানরা তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নামাজরত মুসলমানদের সুরক্ষা দেয়।No dia 3 de fevereiro de 2011, em plena revolução egípcia, cristãos colocaram suas próprias vidas em risco para proteger muçulmanos que rezavam na praça Tahrir, no Cairo, em meio à violência entre manifestantes e partidários do presidente egípcio Hosni Mubarak.
11ছবিটির প্রসঙ্গে আরো পটভূমি জানতে আমাদের মিশরের বিক্ষোভের বিশেষ কাভারেজ দেখুন।Para mais contexto sobre esse assunto, acesse os posts de nossa cobertura especial das manifestações no Egito.
12মিশরীয় কপ্ট (আরবের অমুসলিম) সম্প্রদায় ৩রা ফেব্রুয়ারি তাহরির স্কোয়ারে মুসলমানদের সুরক্ষা দিচ্ছে - পাবলিক ডোমেইনCoptas egípcios protegem muçulmanos em 3 de fevereiro de 2011 na Praça Tahir - Domínio Público
13সুদানে আইডিপিরা স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগত:Deslocados internamente do Sudão recebem boas-vindas no retorno para casa
14অভ্যন্তরীণ সমস্যার কারণে উদ্বাস্তুরা (আইডিপি) আরাম্বা'র আইডিপি শিবিরে সাত বছর বসবাস করার পরে তাদের নিজ গ্রাম সেহজানাতে ফিরে এসেছে। সেখানে থেকে যাওয়া তাদের আত্মীয় এবং বন্ধুরা তাদের স্বাগত জানিয়েছে।Refugiados de retorno à sua aldeia de origem, Sehjanna, após terem vivido por sete anos em um acampamento de refugiados em Aramba, foram acolhidos por familiares e amigos que haviam deixado para trás.
15এই স্বেচ্ছাসেবী প্রত্যাবাসন কর্মসূচীটি আয়োজন করেছে জাতিসংঘের উদ্বাস্তু সংক্রান্ত হাই-কমিশনার (ইউএনএইচসিআর) এবং সুদানের মানবিক সাহায্য কমিশনের অফিস।O programa de repatriamento voluntário foi organizado pelo Escritório do Alto Comissariado das Nações Unidas para os Refugiados (ACNUR) e pela Comissão de Ajuda Humanitária Sudanesa.
16আইডিপি'রা তাদের গ্রামে ফিরে এলে গ্রামবাসীরা তাদের জড়িয়ে ধরছে।Deslocados internamente recebem as boas-vindas no retorno à aldeia de origem.
17ফ্লিকারে ইউএনএইচসিআর-এর ছবি (সিসি-লাইসেন্স-বাই)Foto no Flickr UNHCR (publicada sob licença CC - BY)
18জাম্বিয়াতে বিপদ থেকে হাতিদের উদ্ধার:Resgate de elefantes em perigo de vida no Zâmbia
19জাম্বিয়ার নরমান কার সাফারি'র ক্যামেরন থেকে: “কাপানি লেগুন (উপহ্রদ) এলাকাটির প্রাণীদের পানীয় জলের একটি উৎস এবং স্বস্তিদায়ক কাদায় গোসলের একটি স্থান।Relato na página do Norman Carr Safari, da Zâmbia: “A lagoa Kapani é uma fonte de água potável para os animais da região, mas também um lugar para se tomar um relaxante banho de lama.
20সম্প্রতি লেগুনটিতে বেড়ানোর সময় হঠাৎ করেই একটি হাতির বাচ্চা দুর্ভাগ্যবশত কাদায় আটকে যায়।Lamentavelmente, um elefante ficou preso na lama ao visitar a lagoa.
21শাবকটির চিৎকারে মা হাতিটি উদ্ধারে এগিয়ে এলে সেটি নিজেও আটকে যায়।”Os bramidos do jovem elefante atraíram a atenção de sua mãe, que se precipitou para salvá-lo mas acabou atolada também”.
22কাদার মধ্যে আটকে যাওয়া হাতিগুলো।Elefantes atolados.
23আব্রাহাম বান্দা, নর্মান কার সাফারিFoto de Abraham Banda, do Norman Carr Safaris
24দলটি হাতিদের উদ্ধার করার চেষ্টা করছে।Uma equipe esforça-se para socorrer os elefantes.
25আব্রাহাম বান্দা, নর্মান কার সাফারিFoto de Abraham Banda, do Norman Carr Safaris
26হাতিটি কাদা থেকে বেরিয়ে এসেছে।O elefante consegue sair do atoleiro.
27আব্রাহাম বান্দা, নর্মান কার সাফারিFoto de Abraham Banda, do Norman Carr Safaris
28মাদাগাস্কারে একসঙ্গে ঘূর্ণিঝড় জয়:Superação conjunta após o ciclone que inundou Madagascar
29১৩ই ফেব্রুয়ারি, ২০১২ তারিখে মাদাগাস্কারে ঘূর্ণিঝড় জিওভান্না মাদাগাস্কারে ভূমিধ্বস সৃষ্টি করে [ফরাসী ভাষায়]।O ciclone Giovanna atingiu a costa de Madagascar [fr] em 13 de fevereiro de 2012.
30বাতাসের ১৯৪ কিলোমিটার (১২০ মাইল প্রতি ঘন্টায়) গতিসহ এই ৪ শ্রেণীবিভাগের ঘূর্ণিঝড়টি গাছ-পালা এবং বিদ্যুতের টাওয়ার উপড়ে ফেলেছিল।Classificado como categoria 4, com ventos de até 194 km/hora, arrancou árvores e postes de eletricidade.
31সরকারী প্রতিবেদন মতে এতে অন্ততঃ ১০জন হতাহত হয়।Oficialmente, noticiou-se pelo menos 10 mortes.
32মাদাগাস্কারের দু'টি প্রধান শহর আন্তানানারিভো এবং তোমাসিনা'তে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় দেশটিতে এযাবৎকালের অন্ধকারতম ভ্যালেন্টাইন দিবস কাটে।As duas principais cidades de Madagascar, Antananarivo e Toamasina, ficaram sem energia elétrica por um longo período, fazendo do Dia dos Namorados um dia de escuridão.
33ঘূর্ণিঝড়টি মালাগাসির জনগণের চেতনাকে পর্যুদস্ত করতে পারেনি, প্লাবিত এলাকাগুলো থেকে সরে আসার জন্যে সারাক্ষণ মুখে উজ্জ্বল হাসি নিয়ে একে অপরকে সাহায্য করে তাদের সহনক্ষমতা প্রদর্শন করেছে।O ciclone, todavia, não abateu o moral dos malgaxes, que mostraram grande resistência e ajudaram-se uns aos outros fora das áreas inundadas, ostentando seus melhores sorrisos.
34ঘূর্ণিঝড় জিওভান্না সৃষ্ট বন্যার সময় জনগণ সারাক্ষণ হাসি মুখে একে অপরকে সাহায্য করছে।Malgaxes ajudam-se e sorriem, apesar da inundação provocada pelo ciclone Giovanna.
35ছবি, টুইটার ব্যবহারকারী @একোলোনিয়াFoto no Twitter de @aKoloina
36ঘানায় প্রতিবন্ধী ছাত্রদের সাহায্য:O apoio a estudantes com necessidades especiais em Gana
37ঘানার ক্রীড়াবিদ এবং এক্টিভিস্ট এমানুয়েল ওফোসু ইয়েবোয়াহ। গুরুতরভাবে বিকৃত ডান পা নিয়ে ইয়েবোয়াহ'র জন্ম হয়েছিল।Emmanuel Ofosu Yeboah, um atleta e ativista de Gana, nasceu com uma má formação grave na perna direita.
38প্রতিবন্ধীদের সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের সম্পর্কে ধারণা পরিবর্তনে ইয়েবোয়াহ দেশ জুড়ে ৩৮০ কিলোমিটার ভ্রমণ করেছেন। তিনি প্রতিশ্রুতিশীল প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্যে এমানুয়েল শিক্ষা তহবিল খুলেছেন।Yeboah percorreu 380 kilômetros pelo país a fim de conscientizar e mudar a percepção das pessoas com deficiência, e abriu a Fundação de Educação Emmanuel, destinada a portadores de deficiência que são estudantes promissores.
39ইয়েবোয়াহহুইলচেয়ারে বসা একটি শিশুর সঙ্গে প্রতিবন্ধীত্ব জয় করা নিয়ে আলোচনা করছেন।Yeboah Yeboah fala sobre superação da deficiência com uma criança em cadeira de rodas.
40এমানুয়েলের দান তথ্যচিত্র থেকে নেয়া একটি স্ক্রিনছবিImagem do documentário Emmanuel's Gift
41সেনেগালে শান্তিপূর্ণ নির্বাচন উদযাপন:Festejo de eleições pacíficas no Senegal
42সেনেগালের একটি উত্তেজনাপূর্ণ নির্বাচনকালের ঐতিহাসিক পরিসমাপ্তি ঘটেছে ২৫শে মার্চ, ২০১২ তারিখে।Um final histórico para um período eleitoral tenso no Senegal, em 25 de março de 2012.
43ক্ষমতাসীন প্রেসিডেন্ট ওয়াদে তার স্বজনপ্রীতির এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের মাসব্যাপী বিক্ষোভের পর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন।Wade, presidente em final de mandato, foi derrotado nas eleições presidenciais após meses de manifestações contra o nepotismo e o autoritarismo de seu governo.
44ডাকারের শহরতলীতে জনগণ ওয়াদে শাসনের শান্তিপূর্ণ অবসান উদযাপন করেছে।Os senegaleses festejaram o fim pacífico do regime de Wade no centro de Dakar.
45বিক্ষোভকারীরা তাদের আনন্দ প্রকাশ করছে।Manifestantes demonstram sua euforia.
46ছবি, এনডি১(ওয়া)ম্বি। তার অনুমতি নিয়ে ব্যবহৃতFoto de Nd1mbee via Flickr, utilizada com sua permissão.
47মোজাম্বিকে সামুদ্রিক জীবন সুরক্ষা:Protegendo a vida marinha em Moçambique
48জ্যানেট গান্টার একটি স্থানীয় এনজিও বিতোঙ্গা ডুবুরী'দের প্রদর্শন করেছেন যারা সামুদ্রিক জীবন, পর্যটন এবং অর্থনৈতিক জীবনের মধ্যে ইতিবাচক সংযোগ স্থাপনের মাধ্যমে সামুদ্রিক জীবন রক্ষার চেষ্টা করছে।Janet Gunter apresenta uma ONG local, a Bitonga Divers, que tem o objetivo de proteger a vida marinha através da criação de vínculos positivos entre a proteção da fauna marinha, turismo e desenvolvimento econômico.
49এখানে তাদের কাজের একটি ভিডিও [পিটি] রয়েছে:Abaixo, um vídeo sobre seu trabalho:
50কয়েক মাস সাঁতার শেখার পর ইকুয়েটোরিয়াল গিনির পক্ষে অলিম্পিক হিট (বাছাই) জয়:
51এরিক মুসাম্বানি ম্যালোঙ্গা ইকুয়েটোরিয়াল গিনির একজন সাঁতারু।Vitória olímpica para a Guiné Equatorial poucos meses depois de aprender a nadar
52তিনি প্রাক-বাছাইগুলোর আগে কখনো ৫০মিটারের বেশি দূরত্বে প্রতিযোগিতা না করে এবং অন্য দু'জন সাঁতারু ভুলভাবে শুরু করার পর একাকী সাঁতার কেটে খ্যাতি অর্জন করেন।Eric Moussambani Malonga, nadador da Guiné Equatorial, alcançou status de celebridade ao ganhar uma prova olímpica, apesar de nunca ter nadado mais que 50m antes das eliminatórias.
53এরিক স্বীকার করেছেন যে তার জন্যে শেষ ১৫মিটার খুব কঠিন ছিল এবং সেটা ভিডিওতে দেখা যায়।Ele nadou sozinho quando os rivais da sua bateria foram desclassificados por terem queimado a largada.
54তবুও খুব সংগ্রামরত অবস্থায় তার প্রতিযোগিতা শেষ করার সংকল্পকে দর্শকরা উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানায়।Eric confessa que os últimos quinze metros da prova foram muito difíceis para ele, como se vê no vídeo, mas sua determinação em vencer a prova valeu-lhe o reconhecimento do público.