Sentence alignment for gv-ben-20070726-116.xml (html) - gv-por-20070726-141.xml (html)

#benpor
1চীনদেশ: বর্ষার বন্যা নিয়ে ব্লগিংChina: Blogando as chuvas de verão
2শুধুমাত্র গত সপ্তাহেই চোঙকিং এ ৩৭ জন মারা গেছে এবং আনহুইতে ৬৭০০০ লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে - এই হলো বন্যা পরিস্থিতি।
3পুর্বে এ নিয়ে দ্বিমত থাকলেও, ব্লগাররা নুওয়ার (পৌরানিক চরিত্র) মত ব্যস্ত ছিলেন এই মারাত্মক বন্যা নিয়ে তাদের নাগরিক সাংবাদিক হিসেবে রিপোর্টগুলি করায়।
4এ বছর বর্ষাকালে বন্যার ফলে চীনের বহু স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।Mais de 67.000 pessoas foram evacuadas em Anhui, e outras 37 morreram na região de Chongqing, tudo isso apenas na semana passada.
5মুবল লাইভ ব্রডকাস্ট ওয়েবসাইটে এরকম তিনটি রিপোর্ট পাওয়া যাচ্ছে।Contrário do que foi dito anteriormente aqui, blogueiros estão tão ocupados quanto Nüwa [EN] em suas coberturas cidadãs [EN] das enchentes fatais que devastaram várias áreas na China durante a temporada de chuvas desse verão.
6প্রথমটি জুলাই ৭, ২০০৭ এ লেখা হয়েছে সিচুয়ান প্রদেশের কুজিয়াঙ নদীর পাশে গুয়াঙান শহর থেকে:Três reportagens podem ser encontradas hoje no site de transmissão ao vivo do Moobo, a primeira datada de 7 de julho na cidade de Guang'an sobre a extenção do rio Qujiang, na província de Sichuan, onde as enchentes continuam a manter os vilarejos locais submersos:
7জুলাই ৩ থেকে ৬ পর্যন্ত গুয়াঙান শহরে ব্যাপক বৃষ্টিপাত হয়: গুয়াঙান, ইউয়েচি ও উশেঙ তিনটি শহরের উপরেই ২০০ মিমির উপর বৃষ্টি পরেছে। গুয়াঙানেই শুধু ৩৪৭.“Entre 3 e 6 de julho, todas as áreas ao redor da cidade de Guang'an foram continuamente destruídas com uma chuva repentina e violenta: Guang'an, Yuechi e Wusheng passaram por chuvas de mais de 200 mm, com Guang'an recebendo mais de 347.2 mm de chuva, no mesmo momento em que foi invadida por correntes d'água de tempestades nas cabeceiras dos rios Bahe, Zhouhe e Yilong.
8২ মিমি বৃষ্টিপাত হয়েছে এবং এর উপর বাহে, ঝৌহে এবং ইলং এই তিনটি নদীর অববাহিকা থেকে বৃষ্টির অতিরিক্ত পানি এসেছে। জুলাই ৬ থেকে গুয়াঙানের কুজিয়াঙ অববাহিকায় মারত্মক বন্যা শুরু হয়।A partir de 6 de julho, uma enchente ainda maior golpeou a região de Qujiang Guang'an e na manhã de 7 de julho a enchente alcançou o ponto alto, com as águas na cidade de Guang'an chegando a 235,79 metros, um aumento de 23,42 metros, 7,6 metros a mais do que o nível de alerta.
9জুলাই ৭ এর সকালে বন্যা পরিস্থিতি সবচেয়ে গুরুতর হয়। এসময় গুয়াঙান শহরান্চলে নদিটির পানির লেভেল ২৩.As violentas enchentes deixaram grande parte das cidades, vilarejos e municípios ribeirinhos cobertos de água, e a cidade de Guang'an, que estava perto de ser completamente submergida, foi aliviada às seis da tarde daquele dia, quando as enchentes diminuíram alcançando um mero meio metro.
10৪২ মিটার বেড়ে হয়েছিল ২৩৫. ৭৯ মিটার যা সতর্কীকরন লেভেল থেকে ৭.Á medida que as barricadas eram construídas, ninguém nas áreas atingidas pela tragédia ficou ferido ou foi morto”.
11৬ মিটার বেশী ।Três de várias das fotos tiradas pelo usuário 123 do Moobol:
12এই মারাত্মক বন্যা এই শহরটির মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীর পার্শবর্তী অন্চলগুলো, শহরের ঘরবাড়ী এমনকি নিকটবর্তী গ্রামগুলিতেও ছড়িয়ে পড়ে। ফলে গুয়াঙান শহরটি চারিদিকে বন্যার পানি দিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়।Duas outras reportagens na semana passada podem ser encontradas, uma no Chongqing do usuário do Moobol Zhong Guilin, onde está escrito que a partir da noite do dia 19 até a manhã do dia 20 desse mês, as águas do rio Jialing aumentaram em até três metros, chegando a um total de 188,31 metros, e essa é apenas uma das fotos tiradas por Zhong Guilin no cais de Chaotianmen, onde aproximadamente mil pessoas apareceram para assistir a enchente passar.
13সেইদিন সন্ধ্যায় পানি মাত্র অর্ধেক মিটার কমলে পরিস্থিতির কিছু উন্নতি হয়।
14বন্যার বাঁধগুলো অক্ষত থাকায় নিমজ্জিত অন্চলগুলোতে কেই আহত হয়নি বা মারা যায়নি।
15মোবুল ব্যবহারকারী ১২৩ কর্তৃক তোলা ছবিগুলোর মধ্যে তিনটি ছবি: এই সপ্তাহে দুটি রিপোর্ট পাওয়া যাবে যার মধ্যে একটি চোঙকিং শহর থেকে।Também a partir do dia 20 desse mês, várias fotos tiradas por Liu Junfeng dos 42.369 metros cúbicos de areia foram vistos descendo pela segunda vez em Gezhouba Dam nesse verão, o primeiro em Three Gorges, onde o Rio Yangtze passa pela província de Hubei:
16মোবুল ব্যবহারকারী ঝং গিলিন লিখেছেন এই মাসের ১৯ তারিখ রাত থেকে ২০ তারিখ সকাল পর্যন্ত জিয়ালিং নদীর পানির লেভেল ৩ মিটার বেড়ে ১৮৮.
17৩১ মিটারে এসে ঠেকে।(texto original de John Kennedy)
18ঝং গিলিনের তোলা ছবিতে দেখা যাচ্ছে যে চাওতিয়ানমেন জেটিতে প্রায় ১০০০ লোক দাড়িয়ে রয়েছে বন্যার পানি দেখার জন্যে।O artigo acima é uma tradução de um artigo original publicado no Global Voices Online. Esta tradução foi feita por um dos voluntários da equipe de tradução do Global Voices em Português, com o objetivo de divulgar diferentes vozes, diferentes pontos de vista.
19এই মাসের ২০ তারিখে লিউ জুনফেঙ বেশ কিছু ছবি তুলেছেন গেঝুবা বাঁধের যা হতে ৪২,৩৬৯ কিউবিক মিটার পানি বের করে দেয়া হয়েছে।
20এটি তিন গর্জেস বাঁধের প্রথমটি, হুবেই প্রদেশে যার মধ্য দিয়ে ইয়াঙজে নদী প্রবাহিত হয়।Se você quiser ser um voluntário traduzindo textos para o GV em Português, clique aqui. Se quiser participar traduzindo textos para outras línguas, clique aqui.