# | ben | por |
---|
1 | দিল্লির গণধর্ষণের ঘটনায় সারা ভারতে ক্ষোভের সৃষ্টি | Índia: Estupro coletivo em Delhi causa furor no país |
2 | ১৬ ডিসেম্বর তারিখে ভারতের রাজধানী দক্ষিণ দিল্লিতে এক চলন্ত বাসে ২৩ বছরের এক তরুণীকে উপর সংঘঠিত প্রহার এবং গণধর্ষণের ঘটনা সারা ভারতকে হতভম্ব এবং ক্ষুব্ধ করে তোলে। | [Todos os links conduzem para páginas em inglês] No dia 16 de dezembro, uma mulher de 23 anos foi despida, espancada e estuprada em um ônibus em movimento no sul de Delhi, Índia, causando choque e indignação no país. |
3 | এই ঘটনার শিকার তরুণী এবং তার পুরুষ সঙ্গীকে লোহার রড দিয়ে পেটানো হয়, তারপর তাদের বাস থেকে ছুঁড়ে,দিল্লির মাহিপালপুর ফ্লাইওভারের নীচে আধা-উলঙ্গ অবস্থায় ফেলে রাখা হয়। | A vítima e seu companheiro, que também foi espancado com uma barra de ferro, foram expulsos do ônibus e jogados seminus perto do viaduto Mahipalpur, em Delhi. |
4 | এখন মারাত্মক আহত অবস্থায় মেয়েটি এখন হাসপাতালে অবস্থান করছে। | Atualmente, ela está no hospital com ferimentos graves. |
5 | ঘটনার শিকার তরুণীটি এক ফিজিওথেরাপিস্ট এবং তার সঙ্গী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার,তারা একটি চলচ্চিত্র দেখে ফেরার পথে দ্বারকা নামক এলাকায় যাবার জন্য এক বিলাসবহুল ব্যক্তিগত বাস পায়, অভিযুক্ত বাস ড্রাইভার, সহ ছয়জন মিলে উক্ত তরুণীকে ধর্ষণ করে। | A vítima, uma fisioterapeuta e seu companheiro, um engenheiro de software de 28 anos, estavam voltando do cinema quando entraram no ônibus de luxo privado que estava a caminho de Dwarka. O motorista do ônibus, juntamente com seis outros homens, violentaram em grupo a mulher. |
6 | পুলিশ বাসটিকে চিহ্নিত করেছে এবং ঘটনার সাথে জড়িত the bus and have চারজনকে গ্রেফতার করেছ। | A polícia rastreou o ônibus e prendeu quatro pessoas. |
7 | প্রতি বছর দিল্লিতে শত শত ধর্ষণের অভিযোগ দায়ের করা করা হয় এবং এই ধরনের অজস্র ঘটনার সংবাদ চেপে যাওয়া হয়। | Todos os anos, centenas de estupros são registrados em Delhi e centenas mais não são relatados. |
8 | ভারতে ধর্ষণকে নিষিদ্ধ বিষয় (ট্যাবু) হিসেবে দেখা হয়, যার ফলে এই ধরনের খুব কম ঘটনায় মামলা পর্যন্ত গড়ায়। | Na Índia, estupro é considerado um tabu - o que leva a poucos casos serem registrados. |
9 | এই ঘটনায় ভারতের রাজধানীর জন নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে । | Este caso levantou muitas perguntas sobre segurança pública na capital indiana. |
10 | ঘটনাটি ভারতের আলোচিত এক বিষয়ে পরিণত হয় এবং বিষয়টি সংসদেও আলোচিত হয়েছে। | O tema tem sido o assunto na cidade e também foi discutido no parlamento. |
11 | কিন্তু এই বিষয় নিয়ে বেশীর ভাগ আলোচনা হয়েছে স্যোশাল মিডিয়ায়। | Mas a maioria do burburinho foi encontrado nas mídias sociais. |
12 | মুনমুন ঘোষের টুইটার স্ট্যাটাস সম্ভবত বেশীর ভাগ নাগরিকের হতাশাকে ধারণ করেছে: | Talvez o status publicado no Twitter de Moonmoon Ghosh represente melhor a frustração: |
13 | @মুনইনএ্যানফিল্ড (মুন মুন ঘোষ): নারী হবার কারণে দিল্লিতে বাস করার ক্ষেত্রে আমি আতঙ্ক অনুভব করছি, #দেলহি, আসলে, পুরো ভারতবর্ষে। | @mooninanfield (Moonmoon Ghosh): É assustador ser uma mulher em #Delhi. Na verdade, em toda a Índia. |
14 | অসুস্থhttp://www.ndtv.com/article/cities | Doentio. http://www.ndtv.com/article/cities |
15 | দিল্লি স্লাটওয়ার্ক থেকে আসা প্রতিবাদ। | “Dê-nos Liberdade, nâo Medo”. |
16 | ছবি রাহুল কুমার-এর। | Cartazes da Marcha das Vadias, em Delhi. |
17 | কপিরাইট ডেমোটিক্স-এর (৩০/০৭/২০১১) | Imagem de Rahul Kumar. |
18 | টুইটারে আসা আরো কিছু প্রতিক্রিয়া: | Copyright Demotix (30/07/2011) |
19 | @ভানিতাজ: ডাক্তারের প্রদান করা সংবাদ অনুসারে দিল্লিতে ধর্ষণের শিকার তরুণীর অন্ত্র এবং গোপনাঙ্গ গুরুতর জখম হয়েছে । | Mais reações no Twitter: @vanithaj: O intestino e partes íntimas da vítima de estupro em Delhi estão muito machucadas, disseram os médicos. |
20 | মৃত্যুদণ্ড কি অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক বিচার? | Pena de morte é o correto para os acusados? |
21 | না, তাদের গোপনাঙ্গ কেটে ফেলা উচিত। | Não, machuquem as partes íntimas deles. |
22 | @অরবিন্দ কেজেরিওয়াল৭ (@অরবিন্দ কেজেরিওয়াল):২০১২ সালে দিল্লিতে ৬৩৫টি ধর্ষণের মামলা হয়েছে। | @ArvindKejriwal7 (Arvind Kejriwal): 635 estupros registrados em Delhi em 2012. |
23 | এ ধরনের ঘটনায় এখন পর্যন্ত কেউ কি শাস্তি পেয়েছে? | Alguém punido até agora? |
24 | না? | Não? |
25 | এই বাস্তবতা কি এই ধরনের অপরাধকে উৎসাহ প্রদান করছে না? | Isso não encoraja tais crimes? |
26 | যে কোন ধরনের ধর্ষণ মামলার সিদ্ধান্ত এক মাসের মধ্যে প্রদান করতে হবে। | Cada caso de estupro deveria ser decidido em 1 mês |
27 | @আনন্দমহিন্দ্রা (আনন্দ মহিন্দ্রা): দিল্লির গণধর্ষণের প্রতিক্রিয়ায় সঠিক মাত্রায় ক্ষোভ তৈরি হয়েছে। | @anandmahindra (Anand Mahindra): A medida certa de raiva se acumulou em resposta aos estupros coletivos de Delhi. |
28 | এই ঘটনায় চাপ বজায় রাখার জন্য প্রচার মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার বিরামহীন ভাবে কাজ করে যেতে হবে। | A mídia e as mídias sociais precisam manter uma pressão implacável para ação @JusticeForWomen: #Estupro não é um problema de #Delhi. |
29 | @জাস্টিসফরওমেন: ধর্ষণ কেবল #দিল্লির সমস্যা নয়, #ভারতে প্রতিদিন এবং সকল স্থানে নারী ও তরুণীরা ধর্ষণের শিকার হচ্ছে-বিষয়টি জাতীয় পর্যায়ে মনোযোগের দাবিদার। | Mulheres e meninas são estupradas TODOS OS DIAS e EM QUALQUER LUGAR na #Índia - O problema precisa de um foco NACIONAL. Uma Mulher na Índia de Hoje está furiosa: |
30 | এ ওমেন ইন টুডেস ইন্ডিয়া উদ্বিগ্ন : | Esta não é a primeira vez que aconteceu. |
31 | ভারতে এ ধরনের ঘটনা এই প্রথম নয়, আর এটাই শেষ নয়! | Não será a última! |
32 | আবার এই ধরনের ঘটনা ঘটবে, আবার ঘটবে, তারপর আবার ঘটবে, তারপর আবার, তারপর আবার, এক দিনে অজস্রবার ঘটবে। দেবীর পূজা করা এক জাতি, যাদের বাসস্থানকে ভারত বলে অভিহিত করা হয়, তার সবটুকু এলাকা জুড়ে এই ঘটনা ঘটবে। [..] | Vai acontecer de novo, e de novo, e de novo, múltiplas vezes em um dia, nesse grande país devoto a deusas chamado Índia. [..] |
33 | ভারতে ধর্ষণ সংঘঠিত হয়, কারণ আমরা বোধহীন। | Estupros acontecem na Índia porque somos uma nação insensível. |
34 | এন ইন্ডিয়ান হোমমেকার-এর অনেক প্রশ্ন রয়েছে: | Uma Dona de Casa indiana tem muitas perguntas: |
35 | আপনাদের কাছে কি মনে হয়, কোন বিষয়টি দিল্লির এই ধর্ষণকারীদের নির্ভয় করে তুলেছে? [..] | O que você acha que fizeram esses estupradores em Delhi não ter medo?[..] |
36 | আপনি কি মনে করেন আমাদের সমাজ সত্যিকার অর্থে ধর্ষণকারীদের অপরাধী হিসেবে দেখে? | Você acha que nossa sociedade realmente vê estupradores como criminosos de verdade? |
37 | আমাদের মধ্যে অনেকে ধর্ষণকে অনেকটা এভাবে দেখে যে,ধর্ষণ তখন সংঘঠিত হয়, যখন ধর্ষণকারী নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। | Muitos de nós enxergam o estupro como algo que acontece quando um estuprador não é capaz de controlar a si mesmo. |
38 | দৃশ্যত, যৌন অপরাধীদের অপরাধ বিচারের ক্ষেত্রে আমাদের এক নিজস্ব বিচারিক আদর্শ রয়েছে, আর ধর্ষণকারীরা তা জানে। | Parece que temos padrões especiais para julgar crimes sexuais, e estupradores sabem disso. |
39 | লক্ষী চৌধুরী লিখেছে : | Lakshmi Chaudhry escreve: |
40 | প্রতিবার এক উত্তেজনাপূর্ণ ধর্ষণের ঘটনা সংবাদ শিরোনাম হয়ে আসে। প্রতিবার একজন রাজনীতিবিদ তার মুখ খোলে, এটা অন্য এক ভারতে স্বাগত না জানানোর মত এক ঘটনার স্মরণ, আমাদের ধীরে চলা ভারতে, আরো বিপজ্জনক এক জোড় যা একগুয়ের মত এগিয়ে যেতে এবং পরিবর্তিত হতে চায় না। | Cada vez que um estupro sensacionalista chega às manchetes, cada vez que um político abre sua boca, é uma infeliz lembrança desta outra Índia, de nosso gêmeo mais devagar, mais perigoso que teimosamente se recusa a crescer ou a mudar. |
41 | এই বিষয়টিও অখণ্ডনীয় এক প্রমাণ যে আমাদের এই জগৎ পুরোপুরি বাস্তব নয়, যা কেবল নিজস্ব অবস্থানে অস্তিত্ব তৈরি করা সতর্ক প্রহরার বুদবুদ যা নিরাপত্তার বিভ্রান্তিতে তৈরি। | É também uma evidência irrefutável que é nosso mundo que não é inteiramente real, existindo somente em uma bolha cuidadosamente guardada, construída na ilusão da segurança. |
42 | এটি এমন এক বুদবুদ যা কিনা আরেকটি ভারতের ইচ্ছায় ভেঙ্গে পড়বে, আমরা যাকে আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের থেকে বিচ্ছিন্ন করে রাখি। | Uma bolha que pode ser rompida pela outra Índia que nós nos esforçamos tanto para se isolar. |
43 | দিল্লি স্লাটওয়াক-এ পুরুষরা অংশগ্রহণ করেছেI ছবি রাহুল কুমার। | Homens participantes na Marcha das Vadias em Delhi. |
44 | কপিরাইট ডেমোটিক্সের | Imagem de Rahul Kumar. |
45 | রিতু ললিত, সোশ্যাল একটিভিস্ট, আইন প্রণেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি খোলা চিঠি পোস্ট করেছে। | Copyright Demotix Ritu Lalit postou uma carta aberta a ativistas sociais, legisladores e agentes da lei. |
46 | তার এক সারাংশ: | Um trecho: |
47 | আমাদের দেশের প্রকৃত নিপীড়িতদের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, আমাদের নারীদের প্রতি। | Eu gostaria de chamar sua atenção para os injustiçados reais de nosso país, nossas mulheres. |
48 | আমাদের দেশের নারীদের উপর সংঘঠিত অত্যাচার কেন আপনাদের নজর এড়িয়ে যায়? | Por que a condição de nossas mulheres escaparam de sua percepção? |
49 | কেন আপনারা তাদের মান রক্ষার্থে এগিয়ে আসতে পারেন না? | Por que vocês não ficam indignados por elas? |
50 | আপনাদের মাঝে উল্লেখযোগ্য নারী হচ্ছেন জাতীয় ব্যক্তিত্ব, আর তারা এমন কিছুর খেয়ালে আছেন যা ২০০২ সালে ঘটেছে! | As figuras mais públicas entre vocês são mulheres, e elas enlouqueceram com algo que aconteceu em 2002! |
51 | দি প্রেগন্যান্ট থটস মন্তব্য করেছে : | The Pregnant Thought opina: |
52 | দিল্লির ধর্ষণের ঘটনার জন্ম গতকাল নয়। | A cultura de estupro em Delhi não nasceu ontem. |
53 | এটা আমাদের আইনের শাসন না থাকার ঘটনাকে বাড়াতে দেওয়ার ফলে সৃষ্ট অবৈধ সন্তান। | É o filho ilegítimo de nossa educação desregrada. |
54 | দিল্লি ব্যর্থ হয়নি, ব্যর্থ হয়েছি আমরা। | Delhi não falhou. Nós falhamos. |
55 | এই বিষয়ে আমাদের কঠিন আইন রয়েছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ নেই। | Temos leis duras, e não as implementamos corretamente. |
56 | আরো কঠিন আইনের বদলে আমাদের আরো উন্মুক্ত এক সংস্কৃতি দরকার। | Mais do que leis restritas, precisamos de uma cultura mais aberta. |
57 | এটা আসলে কি ধরনের সংস্কৃতি যেখানে যৌনতা একটা খারাপ শব্দ, আর ধর্ষণ হচ্ছে নিয়ম । | Que tipo de cultura é esta onde sexo é uma má palavra, e estupro é a norma. |
58 | এই বিষয়টি উপলব্ধি করার জন্য আমাদের কি প্রয়োজন যে, “একটি বিষয়কে বোঝার জন্য, তাকে উপলদ্ধির করা প্রয়োজন”। | O que é preciso fazer para entendermos que, para “lidar com um problema, é preciso despí-lo?” |
59 | জেগে উঠুন, উন্মুক্ত হোন! | Acorde. Abra-se! |