Sentence alignment for gv-ben-20140707-43928.xml (html) - gv-por-20140701-53108.xml (html)

#benpor
1গাইডলাইন: মাত্র ৩০ মিনিটে ই-মেইলের নিরাপত্তা নিশ্চিত করুনAprende a proteger os teus e-mails em menos de 30 minutos
2জার্নালিজম++ ফর ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের #ইমেইলসেলফডিফেন্স তথ্যচিত্রের গাইড বই। (সিসি বিওয়াই ৪.#EmailSelfDefense (Autodefesa no e-mail) infografia criada por Journalism++ para a Free Software Foundation (CC BY 4.0)
3০) ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন (এফএসএফ) গত ৩০ জুন ২০১৪-এ নতুন ব্যবহারকারীদের জন্য ইমেইল সেলফ ডিফেন্স নামের একটি তথ্যমূলক বই ৬টি ভাষায় প্রকাশ করেছে, যা দিয়ে ইমেইলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।Autodefesa no e-mail, um guia para iniciantes sobre criptografia por e-mail, foi lançado pela Free Software Foundation (FSF) em seis novas línguas [fr, de, jp, ru, pt, tr] no dia 30 de Junho de 2014. Mais traduções estão a caminho.
4ভাষাগুলো হলো ফরাসি, ডাচ, জাপানিজ, রাশিয়ান, পতুর্গিজ এবং তুর্কি। আরো কিছু ভাষায় অনুবাদের প্রক্রিয়া চলছে।Mesmo que não tenhas nada a esconder, o uso da encriptação ajuda a proteger a privacidade das pessoas com quem comunicas, e torna a vida mais difícil aos sistemas de vigilância em massa.
5কারো সাথে ইমেইলে যোগাযোগের সময় কোনো কিছু লুকাতে না চাইলেও এই এনক্রিপশন আপনার ইমেইলের নিরাপত্তা যেমন নিশ্চিত করবে।Caso tenhas algo importante a esconder, estás em boa companhia: estas são as mesmas ferramentas que Edward Snowden usou para partilhar os seus famosos segredos sobre a NSA.
6তেমনি যারা আপনার ওপর নজরদারি করতে চাইছে তাদের জীবন কঠিন করে তুলবে।“A vigilância em massa viola os nossos direitos fundamentais e torna a liberdade de expressão arriscada.
7আর আপনি যদি কোনো কিছু লুকাতে চান তাহলে বন্ধুর মতো সহযোগিতা করবে।
8এডওয়ার্ড স্নোডেনও এটি ব্যবহার করতেন।Mas estamos longe de não poder fazer nada a respeito.”
9এটি ব্যবহার করেই তিনি মার্কিন নিরাপত্তা সংস্থা'র (এনএসএ) গোপনীয় ব্যাপার-স্যাপার শেয়ার করেছেন।Edward, um bot amigável, ajuda os utilizadores de Autodefesa no e-mail a testarem os seus sistemas de encriptação.
10এডওয়ার্ড নামের এই ইমেইল বুট দিয়ে ইমেইল সেলফ-ডিফেন্স ব্যবহারকারীরা তাদের নতুন এনক্রিপশন সিস্টেম পরীক্ষা করতে পারবেন। গত ৫ জুন ২০১৪-এ “রিসেট দ্য নেট” প্রচারণার অংশ হিসেবে এফএসএফ-এর এই গাইড বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।O guia da FSF foi lançado [en] originalmente, em inglês, como parte da campanha Reset The Net [en] que tomou lugar a 5 de Junho de 2014 - um dia de acção global contra a vigilância em massa que marcou o primeiro aniversário das revelações de Edward Snowden sobre a máquina global de espionagem massiva e indiscriminada da Agência Nacional de Segurança americana (NSA).
11উল্লেখ্য, ওইদিন অনলাইনে বিশ্ব নজরদারী বিরোধী দিবস ছিল।“Autodefesa no e-mail é apenas uma parte importante da solução para a vigilância em massa”, afirma a FSF:
12একই সঙ্গে এডওয়ার্ড স্নোডেনের মার্কিন নিরাপত্তা সংস্থার এনএসএ'র গোয়েন্দা নজরদারি ফাঁস করে দেয়ার বর্ষপূর্তির দিনও। এফএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, নজরদারি ঠেকাতে ইমেইল সেলফ-ডিফেন্স হলো একমাত্র সমাধান:Ao mesmo tempo que aprendemos a usar ferramentas de encriptação, também precisamos de fazer pressão política de forma a dominar a vigilância, construir uma Internet mais segura, e forçar os governos e empresas a reduzirem a quantidade de dados que colectam sobre nós.
13ইমেইল যোগাযোগের সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে ইমেইল এনক্রিপশন ব্যবস্থা সম্পর্কে জানার পাশাপাশি নিরাপদ ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলতে রাজনৈতিক ভাবেই নজরদারি বন্ধ করতে চাপ দিতে হবে।
14তাছাড়া আমরা যেসব কোম্পানির সেবা ব্যবহার করি তাদের কাছ থেকে তথ্য না নেয়, সে ব্যাপারেও সরকারের ওপরে চাপ প্রয়োগ করা দরকার।Esperamos que as versões traduzidas de Autodefesa no e-mail sirvam de porta de entrada para este movimento multifacetado de pessoas em todo o mundo. A tradução para português do Brasil foi feita por CMI-Rio e Thiago Marinello.
15আমরা আশা করি, ইমেইল সেলফ-ডিফেন্স অনুবাদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে এটি একটি বহুমাত্রিক আন্দোলনে রূপ নিবে।