Sentence alignment for gv-ben-20081010-1285.xml (html) - gv-por-20081008-1382.xml (html)

#benpor
1গুয়েতেমালা: ভূতপূর্ব প্রেসিডেন্ট পোরটিল্লোকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনা হয়েছেGuatemala: Ex-presidente Portillo é extraditado Stop Corruption por Kenny Miller
2বিচার থেকে পালিয়ে চার বছর মেক্সিকোতে লুকিয়ে থাকার পর, ভূতপূর্ব প্রেসিডেন্ট আলফোন্সো পোরটিল্লোকে অবশেষে গুয়েতেমালায় ফেরত পাঠানো হয়েছে, যেখানে তিনি দূর্নীতি আর অন্যান্য গুরুতর অপরাধের বিচারের সম্মুখীন হবেন।Depois de manter-se escondido da Justiça por quatro anos no México, o ex-presidente Alfonso Portillo [pt] foi extraditado para a Guatemala, onde enfrentará graves acusações de corrupção e outros crimes de traição.
3ব্লগার টিগ্রে ০০৭ জানিয়েছে (স্প্যানিশ ভাষায়) যে গুয়েতেমালানরা তার গ্রেপ্তার হওয়াকে উদযাপন করছে।Blogger Tigre 007 diz que a Guatemala está celebrando a captura.
4হতে পারে যে গুয়েতেমালায় কমে আসা দূর্নীতির যুগের শুরু এটা দিয়ে ঘোষিত হবে।Pode ser que o caso marque o declínio dos níveis de corrupção no país.
5গুয়েতেমালাবাসীর জন্যে এটি আনন্দের খবর কারন এই বিচার না হলে জনগনের টাকা খরচ করে দেশের সব থেকে বড় একটা ধোঁকাবাজী হয়তো ভুলে যাওয়া হতো… কিন্তু এখন আর না: ভূতপূর্ব একজন প্রেসিডেন্টের বিচার হবে সব থেকে উচ্চমাত্রার দুর্নীতিগ্রস্ত একটি দেশে।Boas notícias para os guatemalteco, porque uma das maiores fraudes com dinheiro público poderia ter caído no esquecimento - o que não mais acontecerá: um ex-presidente será processado em um dos países com os maiores níveis de corrupção.
6মেগাচ্যাপিনেস ব্লগ অনুসারে অনেক লোক এখনো জাকাপানেকোর (পোরটিল্লোর ডাকনাম) প্রতি সহানুভুতিশীল এই অভিযোগ করে যে তার বিচার রাজনৈতিক চাপের মধ্যে হচ্ছে আর ন্যায় বিচার হচ্ছে না।No entanto, muitas pessoas, de acordo com o blogue Megachapines, ainda simpatizam com Zacapaneco (apelido de Portillo) alegando que esse processo foi alimentado por pressões políticas e que não foi justo.
7কয়েক ঘন্টার মধ্যে, এটা যে ন্যায় বিচার হতে পারে সেই চিন্তা বাতিল হয়ে যায়, আর এটা যে মিডিয়ার তৈরি করা একধরনের ধুম্রজাল, সেই বোধ চারদিকে ভেসে বেড়াতে থাকে।Algumas horas depois, o pensamento de que esse seria um julgamento justo evaporou e ficou a sensação que tudo não passa de uma cortina de fumaça da mídia.
8কার্পে ডিয়েম ব্লগে, লুইস ফিগারো লিখেছেন: ”কুস্তি বা চার্চের আসনের মতো দৃঢ় সমর্থন:”No Carpe Diem, Luis Figeroa escreve: “Arranjada como partida com juiz comprado”:
9কুস্টি বা চার্চের আসনের থেকেও বেশী দৃঢ় হচ্ছে আলফোন্সো পোরটিল্লোকে ফিরিয়ে আনার ব্যাপারটি।Mais arranjada do que partida de futebol com juiz comprado foi a entrega de Alfonso Portillo.
10আপনারা কি বিশ্বাস করবেন যে আদালত ভবনে কিছু মানুষ ছিল যারা নিজে থেকে চিৎকার করে উঠেছে “জাকাপা তোমাকে সমর্থন করে?”Você acreditaria que tinha gente nos prédios do Tribunal que, de maneira espontânea, gritava “Zacapa te apóia”?