Sentence alignment for gv-ben-20110115-14708.xml (html) - gv-por-20110114-14377.xml (html)

#benpor
1লেবানন: এগারো জন মন্ত্রীর পদত্যাগ, সরকারের পতনLíbano: Onze Membros do Gabinete Renunciam, Derrubando Governo
2এক বছর আগে, রফিক হারিরির পঞ্চম মৃত্যুবার্ষিকীতে লেবাননে অনুষ্ঠিত এক শোভাযাত্রা।Um ano atrás, uma manifestação no quinto aniversário da morte de Rafik Hariri no Líbeno.
3ছবি ডিন শার্পের। © ডেমোটিক্স-এর (১৪/০২/১০)Foto de Deen Sharp © Demotix (14/02/10)
4আজ সন্ধ্যায় আরব বিশ্ব থেকে আরো বড় খবর এসেছে। লেবাননের মন্ত্রীসভার ১১ জন সদস্য আজ পদত্যাগ করেছে।Mais grandes notícias do mundo árabe esta tarde enquanto o governo do Líbano já teria desmoronado, na sequência da demissão de 11 membros do gabinete.
5এর মধ্য দিয়ে লেবানন সরকারের পতন ঘটেছে।
6মন্ত্রীসভার সদস্য, সকল সদস্য অথবা হিজবুল্লার সহযোগিরা, লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতিসংঘ তদন্ত কমিটির প্রদান করা অনুসন্ধানের উপর উত্তপ্ত আলোচনার পর পদত্যাগ করে।
7আল জাজিরা এই সংবাদ প্রকাশ করেছে। ব্লগার আর টুইটার ব্যবহারকারীরা সংবাদটি লুফে নেয়, তারা ঘোষণা দেয়, লেবাননের ভেতরে কেবল প্রথম এই সংবাদ প্রকাশিত হওয়ার পর, টুইটারে তা প্রথম প্রকাশ হয়েছে।Os membros do gabinete, todos os membros ou aliados do Hezbollah, demitiram-se por argumentos decorrentes de uma investigação da ONU sobre o assassinato do ex-primeiro-ministro libanês Rafik Hariri, informou [en] a Al Jazeera.
8আল জাজিরার প্রতিবেদক দিমা খাতিব(@দিমা_খাতিব) বৈরুত সময় সন্ধ্যা ৬ টায় টুইট করেন: আনুষ্ঠানিকভাবে লেবানন সরকারের পতন ঘটেছে।Blogueiros e usuários do Twitter se inteiraram da notícia rapidamente, e logo começaram a divulgá-la assim que surgiam no Líbano.
9তার দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, এদিকে প্রধানমন্ত্রী হারিরি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ওবামার সাথে দেখা করতে হোয়াইট হাউজে গেছেন, ।A correspondente da Al Jazeera Dima Khatib (@dima_khatib) tuitou por volta das 6 da tarde de Beirute: O governo libanês caiu oficialmente, perdeu o quorum legal, enquanto o Primeiro Ministro Hariri está na Casa Branca com Obama.
10#লেবানন#Líbano
11ডিমার টুইটের সামান্য পরেই, চিকস গন টেক ব্লগের চান ভাটিয়া ব্লগ করে:Logo após o tuíte de Dima, Chan Bhatia do Chicks Gone Tech blogou [en]:
12[সর্বশেষ সংবাদটি সকাল ১১. ১৩ মিনিটে প্রকাশ হয়] [বিশেষ তথ্য: ইএসটি বা ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুসারে] বুধবার, স্বরাষ্ট্র মন্ত্রী আদনান সাইয়্যেদ হুসেইন তার পদত্যাগ পত্র পেশ করে, তারপরেই লেবাননের জোট সরকারের পতন ঘটে।[Atualizado às 11:13 da manhã] [nota do editor: horário EST] O governo de unidade do Líbano entrou em colapso na quarta, depois do Ministro de Estado Adnan Sayyed Hussein entregar sua demissão, os 11 membros do gabinete fizeram o mesmo.
13আদনানের পথ ধরে ১১ জন মন্ত্রী পদত্যাগ করে। লেবাননের টুইটারকারীরা তাদের চিন্তা এবং মতামত টুইটারে জানানোর ক্ষেত্রে খুব বেশি সময় নেয়নি।Não demorou muito para os libaneses (muitos seguindo uns aos outros) começarem a compartilhar seus pensamentos e opiniões no Twitter.
14@লেবানিজ ভয়েসেস তার দুটি টুইটে মন্তব্য করেছে:@LebaneseVoices [Vozes Libanesas] comentou [en] em dois tuítes:
15সরকার থাকা অথবা কোন সরকার না থাকা, আমাদের এখনো কোন অবকাঠামো নেই। #লেবানন[Com] governo ou sem governo, nós ainda não temos infraestrutura #Líbano
16সরকার থাকা অথবা কোন সরকার না থাকা, এখনো ইজরায়েলি বিমান নিয়মিত আমাদের আকাশ সীমা লঙ্ঘন করে যাচ্ছে।[Com] governo ou sem governo, nós ainda sofremos repetidas violações de aviões israelenses em nossos céus.
17#লেবানন#Líbano
18@এমিল_হোকাইয়েম পদত্যাগের ক্ষেত্রে তার উপলব্ধির বিষয়ে মন্তব্য করেছেন:@Emile_Hokayem comentou [en] sobre a percepção das demissões:
19যখন প্রধানমন্ত্রী হারিরি ওয়াশিংটন সফরে রয়েছেন, তখন বিরোধী দল থেকে নিয়োগ পাওয়া মন্ত্রী পদত্যাগ করল।Ministros da oposição escolheram se demitir enquanto o Primeiro Ministro Hariri está em Washington.
20প্রধানমন্ত্রীর অনুপস্থিতিকে ব্যবহার করে তিনি প্রমাণ করলেন যে, লেবাননের ঘটনায় তার কিছু যায় আসে না।Usando sua ausência para dizer que ele não se importa com o Líbano.
21টুইটারে কয়েকজন, যেমন@এলসাল৯২, লেবাননের সাম্প্রতিক ইতিহাসের প্রেক্ষাপটে আরো হতাশা পূর্ণ মনোভাব প্রকাশ করেছেন, তিনি টুইট করেছেন:Alguns no Twitter, como @LSal92, tiveram uma abordagem mais cínica à luz da recente história libanesa, tuitando [en]:
22কাজেই আবার আমরা সরকার হারা হলাম?Então nós estmaos sem governo de novo?
23এ আর নতুন কি?O que há de novo?
24#লেবানন।#Líbano