Sentence alignment for gv-ben-20110131-15224.xml (html) - gv-por-20110129-15212.xml (html)

#benpor
1মিশর: টুইটারে দৃশ্যমান বিষয়গুলোকে প্রদর্শন করাEgito: Visualizando Tópicos Compartilhados no Twitter
2এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।Este post é parte de nossa cobertura especial Protestos no Egito em 2011.
3ছবি অ্যান্টোনিও অর্ডোনেজ ফোরেরো-এর।Imagem de Antonio Ordóñez Forero CC By
4সিসি বাই। মিশরের সাম্প্রতিক ঘটনাবলিকে সারা বিশ্বের সামনে তুলে ধরার ক্ষেত্রে টুইটার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।O Twitter tem desempenhado um papel decisivo ao manter o mundo a par dos últimos acontecimentos no Egito, onde as manifestações contra o regime de 30 anos do presidente Hosni Mubarak entraram no seu quarto dia.
5সম্প্রতি মিশরে সেদেশের রাষ্ট্রপতি হোসনি মুবারকের ৩০ বছরের শাসন অবসানের লক্ষ্যে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়, যা আজ চতুর্থ দিনে প্রবেশ করল।O widget a seguir mostra conteúdos do Twitter que mencionam a hashtag #jan25 nos últimos três dias, e estão relacionados com os termos mencionados nas mensagens de pessoas no Twitter:
6নীচের উইজেটটি আমাদের সেই সমস্ত টুইটারের উপাদান প্রদর্শন করছে যা তিনদিন ধরে #জান২৫ হ্যাশট্যাগের কথা উল্লেখ করেছে।
7জনতা তাদের টুইটারে যে সব বিষয় নিয়ে আলোচনা করেছে, এসব বিষয় সেগুলোর সাথে সম্পৃক্ত ছিল। সবার ব্যবহার করা অন্যতম এক সাধারণ বিষয়ের নাম ছিল “কাঁদানে গ্যাস”।<iframe src="http://embed.socialgadgets.fuselabs.com/Embed/A?keyword=Tear%20Gas&#038;ts=ThreeDays&#038;ver=1.0" width="500" height="250" scrolling="no" frameborder="0">
8এই নামটি আজ সকালে তখন ছড়িয়ে পড়ে, যখন পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।A Al Jazeera tem desempenhando um papel-chave na cobertura dos eventos enquanto estes se desenvolvem, transmitindo ao vivo do Cairo:
9একই সাথে তারা রাস্তার বিক্ষোভকারীদের ভিড় ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহার করেছিল:
10আল জাজিরার এই ঘটনার সংবাদ তুলে ধরার ক্ষেত্রে এক প্রধান ভূমিকা পালন করে, তারা কায়রো থেকে সরাসরি সংবাদ সম্প্রচার করতে থাকে:O usuário @sultanalqassemi, dos Emirados Árabes Unidos, é um dos usuários-chave do Twitter espalhando informações em tempo real do que acontece no Egito:
11সংযুক্ত আরব আমিরাতে@সুলতানআলকাশেমি ছিলেন অন্যতম এক টুইটার ব্যবহারকারী যিনি সারা মিশর থেকে পাওয়া টুইট গুলো তৎক্ষনাৎ ছড়িয়ে দিচ্ছিলেন:Enquanto os efeitos das manifestações se espalham pela região, nós vemos um grande pico em dados no Twiter por causa de uma alegação não confirmada de que a internet teria sido bloqueada na Síria:
12যখন এই বিক্ষোভের প্রভাব এই অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়ে, তখন আমরা টুইটারে ডাটার পরিমাণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে দেখা যায়, কারণ, এক অসমর্থিত সূত্র থেকে দাবী করা হয়েছিল যে, সিরিয়ায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে:
13এ রকম আরো কাহিনীর জন্য আমাদের সাথে থাকুন, মিশর থেকে আরো প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ এসে হাজির হচ্ছে।
14এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।Fique ligado para mais informações, reações e análises do Egito.