# | ben | por |
---|
1 | ফ্রান্সঃ ছবিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিক্রিয়া | França: Reações ao Resultado da Eleição Presidencial em Fotos |
2 | ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের দশম রাষ্ট্রপতি নির্বাচন, যা কিনা ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচন,তার ফলাফল ৬ মে ২০১২ তারিখে প্রদান করা হয়েছে। | A eleição presidencial francesa de 2012, décima eleição presidencial da V República, rendeu o seu veredicto no dia 6 de Maio. |
3 | দ্বিতীয় দফা ভোটে সমাজবাদী প্রার্থী ফ্রাসোয়া ওঁল্যাদ ৫১. | No final do primeiro turno, no 22 de Abril, François Hollande tinha virado na frente de Nicolas Sarkozy, respectivamente com 28,63 % e 27,18 % dos votos. |
4 | ৯ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী বর্তমান রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি ৪৮. ০১ শতাংশ ভোট পেয়েছেন। | No segundo turno, François Hollande somou 51,90% dos votos contra os 48,10% do presidente em exercício Nicolas Sarkozy. |
5 | রাষ্ট্রপতি নির্বাচনের পরে, ১০ জুন থেকে ১৭ জুন পর্যন্ত সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। | Em seguida, virão as eleições legislativas, nos dias 10 e 17 de Junho 2012. |
6 | ফলাফলের অপেক্ষায় | À espera dos resultados |
7 | প্যালেস ডে লা কনকোর্ডোতে যাওয়ার আগে প্যারিসে নিকোলাস সারকোজির সমর্থকরা লা মুতুয়ালিতে জড়ো হয়েছে (শেষ মূহুর্তে প্যালেস ডে লা কনকোর্ডতে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়)। | Os apoiadores de Nicolas Sarkozy estavam reunidos na Maison de la Mutualité antes do encontro marcado na Place de la Concorde (uma mudança de última hora - a derrota - cancelou o encontro). |
8 | সন্ধ্যা ৭টার সময় লা মুতুয়ালিতের একটি কক্ষের দৃশ্য। | Eis um retrato da sala da Mutualité às 19h: |
9 | সন্ধ্যা ৭ টার সময় মুতুয়ালিতের একটি কামরায়, ছবি টু ইটারের @এফগরেশ্চেল-এর | Sala da Mutualité às 19h, por @fgerschel no Twitter |
10 | যদি বিজয় ঘটে এই বাস্তবতায়, ফ্রাসোয়া ওঁল্যাদ-এর সমর্থকরা বাস্তিলে যোগ দেওয়ার আগে সলোফেরিনো সড়কে একত্রিত হয়েছে। | Os partidários de François Hollande tinham se juntado na rua de Solférino [sede do Partido Socialista em Paris], antes da reunião na praça da Bastilha - em caso de vitória. |
11 | সন্ধ্যা ৭টার সময় বাস্তিলের সামনের দৃশ্য,ছবি টুইটারের @ লরা_বারবো-এর | Praça da Bastilha às 19h, por @Laurent_Berbon no Twitter |
12 | এক সময় ওঁল্যাদ যে এলাকার মেয়র ছিলেন, সেই তুলে নামক শহরের নাগরিকরা ফলাফলের জন্য গভীরভাবে অপেক্ষা করছে: | A cidade de Tulle, que elegeu François Hollande prefeito, estava também na expectativa: |
13 | তুলের কেন্দ্রীয় এলাকা, ছবি@ওয়েবআরটিকুলেস্টা | Praça central de Tulle, por @webarticulista |
14 | ফলাফল ঘোষণা | A divulgação dos resultados |
15 | রাত ৮টার পর্যন্ত ফলাফল প্রকাশের উপর নিষেধাজ্ঞা থাকায়,বিদেশী প্রচার মাধ্যমে প্রকাশিত সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনায় ইন্টারনেট ব্যবহারকারীরা বেশ কিছু কৌশলের উদ্ভাবন করে। | O embargo sobre os resultados oficiais antes das 20 horas levou os internautas a usarem diversos escapatórios para poderem compartilhar as previsões divulgadas pela mídia estrangeira. |
16 | টুইটারে যারা #রেডিওলন্ড্রেস নামক হ্যাশট্যাগ ব্যবহার করেছে, তারা এক সৃষ্টিশীল কৌশলের উদ্ভাবন করে। | No Twitter, com a hashtag #radiolondres, os usuários deram um show: |
17 | টুইটারে #রেডিওলন্ড্রেস হ্যাশট্যাগ | A hashtag #radiolondres no Twitter |
18 | আনন্দ এবং বেদনা | Alegrias e prantos |
19 | ফলাফল ঘোষণার পর। অনেক সমর্থক তা উদযাপন করছে: | Na hora da proclamação dos resultados, muitos militantes festejaram: |
20 | বাস্তিলে উদযাপন, ছবি @সামেশ্চে-এর | Festa na praça da Bastilha, por @samschech |
21 | বিদায়ী রাষ্ট্রপতির (সারকোজি) শিবিরে ছেয়ে যাওয়া হতাশা দৃশ্যমান: | A tristeza estava visível no campo do presidente em exercício: |
22 | ইউএমপি (সারকোজি এবং তার দল)-এর কর্মীদের চোখে অশ্রু, ছবি @অ্যালেক্সসালজার-এর | Militante da UMP (o partido de Sarkozy) aos prantos, por @Alexsulzer |
23 | ফলাফল ঘোষণার পর মুতুয়ালিতের সামনে এক বিষণ্ণ পরিবেশ তৈরী হয়: | Na frente da Maison de la Mutualité, o astral era mais azedo: |
24 | লা মুতুয়ালিতের সামনে কর্মীরা ফলাফল সম্বন্ধে জানছে, ছবি@ ইয়ানিজোনে-এর | Na frente da Mutualité, militantes tomavam conhecimento dos resultados, por @eanizon |
25 | নির্বাচনী প্রচারণার ইতি টেনে উভয় প্রার্থী যে বক্তৃতা প্রদান করেছিলেন তা ( ফ্রাসোয়া ওঁল্যাদ [ফরাসী ভাষায়] এবং নিকোলাস সারকোজির [ফরাসী ভাষায়]) তাদের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে: | Os discursos de final de campanha de cada candidato podem ser encontrados nos seus respectivos sites (François Hollande [fr] e Nicolas Sarkozy [fr]). |