Sentence alignment for gv-ben-20120418-25137.xml (html) - gv-por-20120426-29833.xml (html)

#benpor
1মেক্সিকো: ভাইরাল ভিডিওর শিশুরা রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারণাকে কাঁপিয়ে দিয়েছেMéxico: Vídeo Viral Protagonizado por Crianças Sacode as Eleições Presidenciais
2মেক্সিকোর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারণার প্রেক্ষাপটে, ৯ এপ্রিল, ২০১২-এ, শুরু হওয়া নুয়েস্ট্রো মেক্সিকো ডেল ফিউচুরা [স্প্যানিশ ভাষায়], (যার মানে হচ্ছে আমাদের ভবিষ্যতের মেক্সিকো) নামক এক আন্দোলন, একটি ভিডিও প্রকাশ করেছে, যার শিরোনাম হচ্ছে, “নিনোস ইনকোমাডোস এক্সিজেন এ ক্যান্ডিডেটস) (প্রার্থীদের প্রতি শিশুদের এক অস্বস্তিকর আহ্বান)।Tendo como pano de fundo o processo eleitoral em andamento para escolher o próximo presidente [es] no México, o movimento Nuestro México del Futuro [es] (Nosso México do Futuro) começou no dia 9 de abril de 2012, com o lançamento de um vídeo intitulado “Niños incómodos exigen a candidatos” (Crianças Incomodadas Cobram dos Candidatos).
3৪ মিনিট, ২ সেকেন্ডের এই ভিডিওতে মেক্সিকোর প্রতিদিনের বেদনাদায়ক ঘটনার দৃশ্যাবলী প্রদর্শন করা হয়েছে (ডাকাতি, অপহরণ, সংঘর্ষ, সরকারি দুর্নীতি, ট্রাফিক জ্যাম এবং পরিবেশ দূষণ), আর সে ঘটনাবলিতে অভিনয় করেছে শিশুরা। আমার জন্য এই এই রকম একটা ভবিষ্যত অপেক্ষা করছে।Ao longo dos seus quatro minutos e dois segundos de duração, o vídeo retrata cenas diárias que causam tristeza aos mexicanos (roubos, sequestros, pobreza, violência, corrupção, trânsito caótico e poluição ambiental), protagonizadas por crianças, com uma forte mensagem final para os presidenciáveis:
4আপনারা দলের জন্য কাজ করা বন্ধ করুন এবং আমাদের জন্য নয়।Se esse é o futuro que me espera, eu não o quero.
5দেশের উন্নয়নের যে চিত্র তুলে ধরার চেষ্টা করছেন জনাব জোসেফিন, মি: আন্দ্রে ম্যানুয়েল, মি.
6এনরিকে, মি. গ্যাব্রিয়েল, সেই সময় এখন শেষ হয়ে গেছে।Parem de trabalhar para os seus partidos e não para nós.
7ইতোমধ্যে মেক্সিকো তলানিতে গিয়ে ঠেকেছে।Parem de tentar consertar o país apenas superficialmente.
8আপনারা কি কেবল রাষ্ট্রপতির আসনে বাসার জন্য আপনাদের লক্ষ্য স্থির করেছেন, নাকি আপনারা আমাদের দেশের ভবিষ্যত পরিবর্তন করতে যাচ্ছেন?Dona Josefina, Seu Andrés Manuel, Seu Enrique, Seu Gabriel, o tempo acabou, o México já chegou ao fundo do poço.
9ভাইরাল (দ্রুত ছড়িয়ে পড়া) ভিডিওটি সবজায়গায় ছড়িয়ে পড়ে এবং ফেসবুকে ও টুইটারে হাজার হাজার নাগরিক তা শেয়ার করে, সাধারণত ভাইরাল ভিডিও দ্রুত প্রতিক্রিয়ার সৃষ্টি করা।Vocês só estão concorrendo pelo cargo ou vão mudar o futuro do nosso país? O vídeo se tornou viral e foi compartilhado por milhares de pessoas no Facebook e no Twitter.
10ভিভের মেক্সিকোর কাতিয়া আলবিটের [স্প্যানিশ ভাষায়], এই ভিডিওর প্রশংসা করেছে, কিন্তু ভিডিও নিয়ে তার সংশয় প্রকাশ করেছেন এবং এই ভিডিওর নির্মাণের পেছনে কারা সেই নিয়ে প্রশ্ন তুলেছে:Como normalmente acontece com vídeos virais, as reações foram rápidas. Katya Albiter [es] do site Vivir México, elogiou o vídeo, mas demonstrou ceticismo, ao questionar quem estaria por trás da produção:
11দুর্ভাগ্যজনকভাবে, আমি খুব সহজেই এই ভিডিওর একটি বিষয়টি এড়িয়ে যেতে পারিনি, কারণ আবেগের বাইরেও, এই ভিডিও দেখে প্রথমেই আমার মনে হয়েছে যে, এটা আসলে শিশুদের কাজ না, এর প্রোডাকশন খুব ভালো মানের এবং এটি দারুণভাবে নির্মিত।Infelizmente, eu não consigo me deixar levar tão facilmente, porque, para além da emoção, a primeira coisa que eu penso é: esse vídeo não é coisa de crianças.
12এবং এরপরে আমি বিস্মিত যে, এর পেছনে কারা কাজ করেছে?A produção é boa e bem cuidada demais.
13এর তৎক্ষণাৎ উত্তর হচ্ছে, এটি নুয়েস্ত্রো মেক্সিকো দেল ফিউচুরার তৈরি।E então eu me pergunto: quem está por trás disso?
14তাদের কাজকে এক সামাজিক আন্দোলন হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যা কিনা জাতীয় পর্যায়ের মানসম্পন্ন কাজ নয়।A resposta mais imediata é o Nuestro México del Futuro.
15মেক্সিকোর সকল নাগরিক যে ভাবে বাঁচতে চায়, সে ভাবে মত প্রকাশের জন্য এই আন্দোলন আহ্বান জানায়। আমার মতে সামাজিক আন্দোলন হিসেবে এটা যোগ্য নয়, সমাজবিজ্ঞানের গবেষণার জন্য এটা ক্ষতিকর, কোন কিছু আমাকে মুগ্ধ করেনি।Eles se definem como “um movimento social sem precedentes em escala nacional que convocou todos os mexicanos a expressar suas visões sobre o México em que eles gostariam de viver” -eu me recuso a qualificá-los como um “movimento social”, é a desvantagem de estudar sociologia, nada nos agrada-.
16এস্টুপেদিসস সিন সেন্টিডো [স্প্যানিশ ভাষায়] ব্লগের ভিটোচা নামের আরেকজন ব্লগার, বর্তমান পদ্ধতির সমালোচনা এবং এর ফলে যে ক্ষোভের সৃষ্টি হয়, সে বিষয়ে ভিন্নমত পোষণ করে তার মতামত ব্যক্ত করেছে, এবং তার মতে এই ধরণের সমালোচনা এক ধরনের “রীতি” মাত্র:Vitocha, autor do blog Estupideces sin sentido [es], expressou sua opinião, discordando da crítica ao sistema atual e da indiginacão geradas pelo vídeo, caracterizando-as como uma “moda passageira”:
17এটা সম্ভবত সেই সংখ্যাগরিষ্ঠের মতামতের বিপরীত এক মতামত, যে সংখ্যাগরিষ্ঠ মতামত বাক স্বাধীনতার বিষয়টির প্রশংসা করে, প্রচার মাধ্যম দ্বারা চেতনা আক্রান্ত করার কারণে, কিন্তু এই বিষয়টি আমাকে অন্ধ ক্রোধে আক্রান্ত করে না।Ao contrário do que provavelmente é a opinião majoritária, que aplaude o exercício da liberdade de expressão de efeitos traumatizantes por parte da mídia, isso não me causa furor justiceiro.
18এবং যা বিশ্বাস করি না সেই বিষয় নিয়ে যুক্তি (ডেভিলস এ্যাডভোকেট) প্রদান করার মত বিষয় নিয়ে খেলা আমার প্রাকৃতিক প্রবণতা নয়, অথবা মোটা ঐতিহাসিক কোন রমণীর মত ক্ষুব্ধ নই, যা কিনা রাজনৈতিক শ্রেণীর অথবা অজৈব বুদ্ধিজীবীর কাছ থেকে আসে। বর্তমান কেন্দ্রীয় নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের জন্য শিশু অভিনেতাদের নিয়োগের মাধ্যমে, আইন ভঙ্গ করা হয়েছে, কিন্তু যে বার্তা এতে প্রদান করা হয়েছে, তা সুশীল সমাজের মধ্যে প্রচলিত একটি রীতি।E não apenas por causa da minha tendência natural a bancar o advogado do diabo, nem por causa da indignação à la senhora gorda e histérica que a utilização de atores infantis para interferir no atual processo eleitoral federal tem causado na classe política e na intelectualidade inorgânica, mas por causa da essência da mensagem, que é parte de uma tendência em voga na sociedade civil.
19৯০-এর দশকে মেক্সিকোর রাজনৈতিক পটভূমিতে এ রকম একটি ধারা শুরু হয়, যে মুহুর্তটি ছিল যৌক্তিক এবং তার উদ্দেশ্য কার্যকর হয়েছিল।No começo dos anos 1990, uma moda começou a se formar no cenário político mexicano, a qual, naquela época, era razoável e eficaz em seus objetivos.
20সে সময় এই রকম একটা ধারায় ব্যবসায়ী, বুদ্ধিজীবী, প্রাক্তন সৈনিক, উদারনৈতিক যাজক এবং মানবাধিকার কর্মীর মত সমালোচকদের জন্ম হয়।Foi uma moda que deu origem a grupos críticos, constituídos por homens de negócios, intelectuais, ex-soldados, padres libertários e ativistas pelos direitos humanos.
21লেখক তার চিন্তাকে যৌক্তিক করার চেষ্টা করেছে:O autor justificou suas ideias:
22একজন নাগরিক হিসেবে আমি এক প্রজ্বলিত সুচি অনুসারে সম্পূর্ণভাবে পরিচালিত নই, অথবা সোনালী সময় বা আদি কোন নাগরিক প্রতিষ্ঠানের একজন হিসেবে, যে নিজেকে দুষিত করতে অনিচ্ছুক।Ser cidadão não é andar por aí denunciando de acordo com um índice incendiário, nem é manter uma aura de pureza por pertencer a uma organização civil que não quer se contaminar com atividades políticas.
23এটি একটি মানিবাদ নামক চিন্তাকে ধরতে চায়, অথবা সঠিকভাবে ভালো বনাম মন্দ নাগরিকের মাঝে চিহ্নিত ধারণাকে কমিয়ে আনতে চায়, অথবা “আমরা সেখানে এটা রেখেছিলাম” এর মত এক বাজে শব্দকে ব্যবহার করতে চায়Nem é promover uma percepção maniqueísta e bastante rudimentar de “bons cidadãos versus maus políticos”, tampouco é espalhar frases como “estamos até o pescoço com tudo isso”.
24বিগত সময়ে নাগরিক এবং বিভিন্ন ব্যক্তিত্ব এই কথাটি বলেছে, যা কম বেশী গ্রহণযোগ্যতা অর্জন করেছে। বিভিন্ন শতকে যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, হবস, রুশো, মন্টেস্কু এবং খুব সম্প্রতি হান্নাহ আরন্ডাট-এর মত ব্যক্তিত্বরা, যিনি জনতার এক সক্রিয় অংশ হবেন, যিনি সুশীলদের সর্বোচ্চো এক উৎস হবেন, অথবা একজন নাগরিক, যিনি একজন সিভিটাসের (সুশূীল সামাজিক সংগঠন) মধ্যে বাস করবেন, সামাজিক সংগঠন-এর মাঝে, যা কিনা আইনের মাধ্যমে নাগরিকদের একত্রিত করে, যার উৎপত্তি পলিওস অথবা শহরে, যা কিনা পলিটেস অথবা পলিটিক্স, কিংবা নাগরিকদের দ্বারা গঠিত।Ser um cidadão, como já foi dito por várias personalidades com maior ou menor credibilidade conquistada ao longo dos anos ou mesmo dos séculos, como Hobbes, Rousseau, Montesquieu e, mais recentemente, Hannah Arendt, é ser uma parte ativa do público, que é a fonte básica da sua condição de cive, o cidadão, do qual é dito que vive na civitas, o corpo social que une os cidadãos através da lei, a qual tem origem na polis, a cidade, que é formada pelos pólites ou politkós, os cidadãos.
25রাজনৈতিক অঙ্গনে অন্তত বেশ কয়েকজনকে বিরক্তি করার উদ্দেশ্য নির্মিত এই ভাইরাল ভিডিও মনে হচ্ছে তার উদ্দেশ্য সাধন করেছে, যেমন মার্কো এন্টোনিও গোমেজ লোভেরা [স্প্যানিশ ভাষায়] সংবাদ প্রদান করেছে যে:A divulgação do vídeo parece ter cumprido o seu objetivo de incomodar ao menos alguns dos atores dentro da arena política, conforme Marco Antonio Gómez Lovera [es] relatou:
26আজ সংসদীয় বিশাল এক প্রতিনিধি এই ভিডিওর ব্যাপারে তাদের শ্রদ্ধাপূর্ণ মতামত প্রদান করেছে যা কিনা দেশটির বর্তমান পরিস্থিতি শিশুদের অভিনয়ের মাধ্যমে তুলে ধরছে, এবং রাষ্ট্রপতি পদপ্রার্থীদের তিরস্কার করেছে।Hoje, alguns deputados presentes opinaram a respeito ao vídeo que retrata crianças em situações atuais neste país e que inquire sobre as intenções dos candidatos à Presidência.
27ইনষ্টিটিউশনাল রেভেল্যুশনারী দলের প্রতিনিধি মিগুয়েল এঞ্জেল গার্সিয়া গ্রানাডোস স্বরাষ্ট্র সচিবের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন এটি প্রচার না করতে দেওয়া হয় এবং মত প্রকাশের স্বাধীনতার নামে তৈরী করা এই ভিডিওর দ্বারা যেন বিভ্রান্ত না হয়।O deputado do Partido Revolucionário Institucional Miguel Ángel García Granados pediu à Secretaria de Assuntos Interiores para retirar o spot do ar, ao invés de se esconder detrás do pretexto de permitir a liberdade de expressão.
28যেহেতু এই ভিডিওর ব্যাপারে আইন প্রণেতারা তাঁদের অস্বস্তি প্রকাশ করেছে, এই প্রেক্ষাপটে বিশেষ করে সাংবাদিক কার্লোস মারিন গার্সিয়া [স্প্যানিশ ভাষায়] প্রশ্ন করেছে, কেন তখন কোন সমালোচনা করা হয়না, যখন রাজনীতিবীদেরা তাদের নির্বাচনী প্রচারণায় শিশুদের নিয়োগ প্রদান করেন:
29লজ্জাজনক এবং ঘৃণার বিষয় হচ্ছে যে, যখন রাজনীতিবিদেরা তাদের নির্বাচনী প্রচারণার জন্য ছোট ছোট বালিকা বা বালকদের নিয়োগ প্রদান করে এবং তারা সাধারণ ভাবে একে তাদেরকে “ব্যবহার” হিসেবে দেখে না।Para o disconforto dos legisladores, especialmente de García Granados, o jornalista Carlos Marín [es] questionou por que não há críticas quando políticos utilizam crianças em suas campanhas:
30তারা আসলে বদমাইশ। টুইটারে, গ্র্যাব্রিয়েল গুয়েরা (@ গ্র্যাব্রিয়েলগুয়েরা) স্প্যানিশ ভাষায়, এই ভিডিও নিয়ে কেবল আইনপ্রণেতা নয়, তার সাথে সাধারণ মানুষের মাঝেও প্রশ্ন ওঠাকে বিচিত্র মনে করছে:Impudicos e sem vergonhas, quando os políticos em campanha disbribuem beijocas em menininhos e menininhas, eles não vêem isso como “uso”: simplesmente se fingem de bobos.
31তবে এমন অনেক রয়েছে যারা ভিডিওর চেয়ে বাস্তবে যা প্রতিফলিত হয়, তাই নিয়ে চিন্তিত… সত্যিকার অর্থে এটা এমন এক পৃথিবী, যা নিজেকে উল্টে ফেলছে। …No Twitter, Gabriel Guerra (@ gabrielguerrac) [es] ridicularizou o desconforto que o vídeo em questão gerou não apenas entre legisladores, como também entre o público em geral:
32এ্যালেসিয়া কোরচেয়ুয়েরা ( @টপ_রোপিং_এলে) [স্প্যানিশ ভাষায়] সব জায়গায় এই ভিডিওর ছড়িয়ে পড়া নিয়ে তার খুশী ব্যক্ত করেছেন:Há aqueles que se incomodam mais com um vídeo do que com a realidade que ele reflete… O mundo está mesmo de cabeça para baixo…
33আপনারা কি ইতোমধ্যে #নিনোসইনকমডোস নামক [অস্বস্তিদায়ক শিশু] নামক ভিডিওটি দেখেছেন]? ওহ দারুণ।Alessia Corcuera (@top_roping_ale) [es] expressou sua felicidade com a difusão do vídeo:
34আমি এই ভিডিওটা পছন্দ করেছি এবং আমি এর সাথে একমত, “যদি এ রকম কোন ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করে, তাহলে আমি সেই ভবিষ্যত চাই না”।Vocês já viram o vídeo dos #NiñosIncómodos [crianças incomodadas]?
35তার অংশের জন্য, ডিয়োস_পাদরে [স্প্যানিশ ভাষায়] নামক একাউন্টের এ্যাডমিনিসট্রেটর দেখাচ্ছেন যে:Uff, é fantástico, eu gostei e concordo: “se esse é o futuro que me espera, não o quero”
36Es más que obvio que detrás de los “niños incomodos” están unos adultos muy “acomodados”.Da sua parte, o administrador da conta @Dios_Padre [es] argumentou:
37এই বিষয়টি একেবারে নিশ্চিত যে “অস্বস্তিকর শিশু” নামক ভিডিওর পেছনে অত্যন্ত “স্বস্তিদায়ক” একদল প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছে।É mais que óbvio que por trás das “crianças incomodadas” estão alguns adultos bastante “acomodados”.
38@জেসিসুদিয়াস-এর [স্প্যানিশ ভাষার] মত কয়েকজন ব্যবহারকারী এই ভিডিও নিয়ে প্রশ্ন করেছে্ন। তাদের মতে এই ভিডিওর উদ্দেশ্য “ভিন্ন”, এমনকি যদিও তারা ঠিক বলেনি এর উদ্দেশ্য কি হতে পারে:Outros usuários, como @JCsudias [es] também questionaram o vídeo, alegando que o objetivo deste é “outra coisa”, apesar de não mencionarem exatamente que objetivo seria esse:
39##নিনোসইনকমোডস : সংখ্যাগরিষ্ঠ নাগরিকরা এতটা বোকা নয় যে তারা এই রকম একটা ভিডিওর দ্বারা প্রতারিত হবে। এর পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে।#niñosincómodos A maioria dos mexicanos não é tão estúpida a ponto de cair numa chantagem como essa, o objetivo deles é outro
40ভাইরাল ভিডিও, সব সময় নানা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করে, এবং নিশ্চিত ভাবে মেক্সিকোর রাষ্ট্রপতি নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ব্লগস্ফেয়ার এবং সামাজিক নেটওয়ার্ক সাইটে উত্তেজনাকর এ রকম আরো ভিডিও দেখা যাবে।Um vídeo viral sempre gera reações diversas e, enquanto o processo eleitoral se desenrola no México, certamente aparecerão muitos outros vídeos para sacudir a blogosfera e as redes sociais.
41আমরা তা নজর রাখব।Estaremos de olho.