Sentence alignment for gv-ben-20110706-18640.xml (html) - gv-por-20110712-22352.xml (html)

#benpor
1সিরিয়াঃ গুলি খাওয়ার পরেও কি কেউ নিজের ভিডিও নিজে ধারণ করতে পারে?
2সিরিয়া৭রা, নামক ব্যবহারকারী ইউটিউবে এক সিটিজেন ভিডিও পোস্ট করেছে।Síria: Um Homem se Filmou ao ser Atingido por Atirador de Elite?
3প্রচার মাধ্যম এবং নেট নাগরিক উভয়ে এই ভিডিওর গ্রহণযোগ্যতার প্রতি বিস্ময় প্রকাশ করেন।Esse post é uma parte de nossa cobertura especial Protestos na Síria em 2011. [en]
4এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এক নাগরিক সাংবাদিক যে কিনা সিরিয়ার চলমান গণ্ডগোলের দৃশ্য ধারণ করেছিল, যেখানে মনে হছে সেই ভিডিওতে তার মৃত্যুর দৃশ্য ধরা পড়েছে। http://youtu.be/cp_ajN7KqvcEstevídeo amador pelo usuário syria7ra no YouTube, onde parece que um jornalista que gravava os protestos na Síria foi filmado no momento de sua morte, teve a mídia e os internautas imaginando a autenticidade das imagens.
5গার্ডিয়ান ইউকে নামক প্রত্রিকা এই ভিডিওর সংবাদ প্রচার করে এবং তারা যতটা তথ্য পেয়েছিল তার বিস্তারিত তারা তুলে ধরে।
6এই ভিডিওটি সিরিয়ার হোমস শহরে ধারণ করা হয়েছিল।http://youtu.be/cp_ajN7Kqvc
7এই ভিডিও-তে ধারা বর্ণনাকারী বলছে কি ভাবে ১ জুলাইতে নাগরিকদের উপর গুলি বর্ষণ করা হচ্ছিল, যদিও সেদিন কারাম আল শাম নামক এলাকায় কোন বিক্ষোভ বা দৃশ্যত কোন গুলি করার মত কারণ দেখা যায়নি। তবে তারা নিশ্চিত করে যে এই ভিডিওর ক্যামেরাম্যানের পরিচয় বের করা যায়নি এবং এই ভিডিওর সত্যতা তারা প্রমাণ করতে পারেনি।O jornal The Guardian, do Reino Unido, cobriu [en] o caso, descrevendo os vídeos e os detalhes que eles puderam decifrar, como a origem do vídeo ser da cidade de Homs, o narrador do vídeo começa descrevendo que em 1º de Julho de 2011 alguém estava atirando nos cidadãos na área de Karm al-Sham, embora não houvesse razões aparentes para isso.
8ইউটিউবের মন্তব্য বিভাগে এর সত্যতা নিয়ে সেই অনিশ্চয়তার বিষয়টি ধরা পড়েছে: জনির৮২ লিখেছে: আমি ঠিক নিশ্চিত নই, এটা সত্য না ভুয়া, তবে নিশ্চিত ভাবে বলা যায় এখানে কিছু প্রশ্ন রয়েছে।No entanto, o jornal esclarece [en] que a identidade do cameraman é desconhecida, e eles estão impossibilitados de confirmar a autenticidade do vídeo.
9যেমন কে এই ভিডিও ধারণকারী নাগরিক? তার নাম কি?Nos comentários do You Tube para o vídeo, a mesma incerteza é percebida:
10কখন এবং কোথায় এই ঘটনাটি ঘটেছে?JohnyR82 escreve:
11আমি মনে করি, তার মোবাইল ফোনে ধারণ করা ভিডিওটি সরাসরি ইউটিউবে উঠিয়ে দেওয়া হয়নি।Quero dizer, o vídeo do celular dele não foi colocado sozinho no YouTube.
12কেউ একজন তার ফোনটা নিয়ে সেখান থেকে এই ভিডিওটি কম্পিউটারে নিয়ে নেয়, তারপর কম্পিউটার থেকে ইউটিউবে উঠিয়ে দেয়।Alguém pegou o telephone dele, transferiu o vídeo para o computador e postou no YouTube.
13আর এই ক্ষেত্রে এই মৃত ব্যক্তির বিস্তারিত বর্ণনা, সময়, ঘটনার স্থান এবং এ রকম আরো কিছু তথ্য থাকার দরকার ছিল।E nesse caso deve haver algum detalhe sobre a pessoa morta, hora, local e por aí vai.
14কোন প্রেক্ষাপটের বর্ণনা ছাড়া অস্পষ্ট এই ভিডিওটি বিশ্বাসযোগ্য নয়।Um vídeo embaçado sem nenhum contexto simplesmente não é suficiente.
15এই ভিডিওতে যে কন্ঠ শোনা গেছে তাহাবালি তা ইংরেজিতে অনুবাদ করতে সাহায্য করেছে:Tahabali ajuda com uma tradução em inglês das vozes ouvidas no vídeo.
16অনুবাদ: সে প্রথমে বলল: “কারাম এল-শামি নামক এলাকায় নিরাপত্তা রক্ষীরা জনতার উপর গুলি চালাচ্ছে [কারাম এল শামি হচ্ছে হোমস-এর কেন্দ্রীয় এলাকা], কোন কারণ ছাড়াই, তারা গুলি ছুড়তে শুরু করেছে, এমনকি এখানে কোন বিক্ষোভের চিহ্ন দেখা যাচ্ছে না, আজ ১ জুলাই, ২০১১-তে।”Tradução: Ele inicialmente diz: “As forças de segurança estão atirando nas pessoas na vizinhança de Karm al-Shami [na área central da cidade síria de Homs], sem nenhuma razão, nenhum protesto hoje em 1º de Julho de 2011.”
17যখন তার শরীরে গুলি লাগে, মনে হয় তখন একজন বন্ধু তার দিকে এগিয়ে আসে সে উপলব্ধি করে যে তার শরীরে গুলি লেগেছে, তখন সে বলে” তোমার মাথায় গুলি লেগেছে?Depois de ter levado um tiro, um amigo se aproxima, percebe e pergunta: “você levou um tiro na cabeça?
18হে খোদা!Oh Deus!
19হে খোদা!”।Oh Deus!”
20মনে হয় এরপর যেন তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, সম্ভবত সে কোন কিছুর দিকে নির্দেশ করে বলতে থাকে, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, সবশেষে তার বন্ধুকে বলতে শোয়ান যায়, তুমি চাইছো, আমি ভিডিও করতেই থাকি?”
21নিরোফেইটও এই ভিডিওর উপর সাড়া প্রদান করেছে: এটা খুব বীভৎস!Ele então, quase ininteligível, continua dizendo “rápido, rápido”, talvez apontando para algo.
22এটা একটা ভুয়া ভিডিও, এই মন্তব্যের সাথে আমি একমত নই।Seu amigo no fim diz: “Você quer que eu filme?”
23যে ব্যক্তিটি এই ভিডিওটিও ধারণ করছিল, সে খুব শঙ্কিত ছিল এবং গুলি করার ২.nerophyte também responde: Isso é terrível!
24৫ সেকেন্ড আগে পর্যন্ত সে খেয়াল করেনি যে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হচ্ছে। যখন আমি প্রথম্বার এই ভিডিওটি দেখি তখন আমি খেয়াল করি যে ওই কুত্তার বাচ্চা ক্যামেরার দিকে বন্দুক তাক করেছে।Eu não concordo com os comentários deste vídeo ser falso, o cara filmando o vídeo estava muito nervoso e distraído para notar o atirador mirando nele em 2.5 segundos antes de atirar, a primeira vez que eu vi esse filho da mãe mirando na câmera.
25আমি এখানে এই মন্তব্যকারীর সাথে একমত যে এখন কেউ একজন তার দিকে বন্দুক তাক করতে দেখে তথন সে সম্ভবত জমে যায়। কিন্তু আমি এখনো মনে করি যে এখানে তার প্রতিক্রিয়া না থাকার কারণ (হাঁস!) এই সকল আওয়াজের কারণে নার্ভাস হয়ে যাওয়া/ নজর না দেওয়া।Eu tenho que concordar com os comentários dizendo que provavelmente você se paralizaria ao ser mirado por um atirador, mas ainda acho que a falta de reação (desviar) foi devido ao nervosismo e distração do momento.
26টিএইচ৩এ৫ হচ্ছে তাদের মধ্যে একজন যে বিশ্বাস করে যে এই ভিডিওটি একটি প্রতারণা:Th3a5 é um daqueles que acreditam que o vídeo é uma farsa:
27ভুয়া এক ভিডিও !FALSO!
28আমি এখানে বন্দুক থেকে গুলি ছোড়ার কোন ঝলকানি দেখতে পাইনি এবং ক্যামেরাটি লুকানো ছিল।
29বাস্তবে এই ঘটনার পর হাত থেকে ক্যামেরাটা পড়ে যেত, ইত্যাদি……সব কিছুকে আরো খারাপ করে দেবার জন্য আরেকটা ভুয়া জিনিষ তৈরি করা হল।Eu não vejo nenhum clarão da arma e a câmera está escondida, na realidade a câmera cairia… é apenas outro video falso para fazer mais alarde.
30এবং বিএস৯আরডাব্লিউবিবি -এর এই ভিডিওর বিষয়ে প্রতিক্রিয়া ছিল, এটি খানিকটা বিভ্রান্তিকর, যে এই সংঘর্ষের যারা বাইরে অবস্থান করছে তাদের সাহায্য করার জন্য কি করা যেতে পারে তাই নিয়ে ভাবছে:E bs9rwbb reage com confusão sobre o que pode ser feito para ajudar aqueles que estão fora do conflito: É triste, a comunidade internacional realmente devia fazer algo sobre a Síria, mas é difícil dizer o quê.
31এটা খুব বেদনাদায়ক, আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ার জন্য সত্যি কিছু করতে চায়।Alguns dos comentários aqui são muito irresponsáveis, aquele homem estava tentando fazer algo nobre em sua vida e pagou por isso.
32কিন্তু সেখানে কি ঘটছে সে সম্বন্ধে বলা খুব কঠিন।Ele foi mais corajoso que muitos de vocês.
33এখানে আসা কিছু মন্তব্য বেশ অর্থহীন, যে মানুষটি ভিডিও ধারণ করেছে যে তার জীবনের জন্য সম্মান বয়ে আনবে এমন কিছু করতে চেয়েছিল এবং এর জন্য তাকে চরম মূল্য দিতে হয়েছে।
34সে তোমাদের মত বেশীর ভাগ মানুষের চেয়ে সাহসী।Esse post é uma parte de nossa cobertura especial Protestos na Síria em 2011. [en]