# | ben | por |
---|
1 | ভেনেজুয়েলা: এন্টোনিও লরো এবং তার ক্লাসিকাল গীটার | Venezuela: Antonio Lauro e sua guitarra clássica |
2 | ‘সংস্কৃতি কিভাবে একজন মানুষের সত্বার অন্তর্গত অংশ হতে পারে' এর এক উৎকৃষ্ট উদাহরণ হিসেবেই এন্টোনিও লরোর ৯১তম জন্মদিনে তাকে সবাই স্মরণ করছে। | No aniversário de seus 91 anos, Antonio Lauro foi lembrado como um dos mais representativos exemplos de como a cultura pode se tornar parte da identidade de uma pessoa. |
3 | সিউদাদ বলিভারে জন্ম নেয়া একজন খুবই মেধাসম্পন্ন কম্পোজার হিসেবে লরো গীটারে বাজানোর জন্যে ওয়ালজ এবং অন্যান্য সুর রচনা করেছেন। | Compositor muito talentoso, nascido na Ciudad Bolívar [en], na Venezuela, Lauro compôs valsas e outras peças para guitarra. |
4 | তার এই সুরগুলো বাজিয়েছেন বহু দেশী ও বিদেশী গীটারশিল্পীরা। | Essas composições são normalmente tocadas por um grande número de guitarristas nacionais e internacionais famosos. |
5 | এছাড়াও ট্রিও কান্তোরেস ডেল ট্রপিকো সঙ্গীতদল এর অংশ হিসেবে লরো ভেনেজুয়েলার সঙ্গীত ভুবনে বহু অবদান রাখতে সক্ষম হয়েছেন। | Da mesma forma, como membro do grupo Trio Cantores del Trópico, Lauro conseguiu contribuir para a herança musical da Venezuela, convertando estruturas européis em melodias que soam bastante como especialidades venezuelanas. |
6 | তার বৈশিষ্ট ছিল যে তিনি ইউরোপের মূল সঙ্গীতের কাঠামোকে ভেনেজুয়েলার ঐতিহ্যগত সঙ্গীতে মিশ্রন করিয়েছেন। | |
7 | ভেনেজুয়েলার সঙ্গীতকে ছড়িয়ে দেবার জন্যে তিনি পার্শ্ববর্তী দেশগুলোতে বহুবার ভ্রমণ করেছেন। | Ele fez muitas turnês pelos países vizinhos para divulgar os sons da música venezuelana. |
8 | কয়েকজন ভেনেজুয়েলান ব্লগার যেমন লাস কোসাস দো রোজা ব্লগ (স্প্যানিশ ভাষায়) এর রোজা লরোকে স্মরণ করছেন এবং এই সঙ্গীতজ্ঞ সম্পর্কে একটি লেখায় (লিন্ক, বাজনা এবং ছবি সহ) বলেছেন যে: | Alguns blogueiros venezuelanos, como Rosa do Las Cosas de Rosa [es], se lembram de Lauro e ela escreve uma postagem interessante sobre o músico (com arquivos de música, links e fotos) e destaca: |
9 | এন্টোনিও লরো ল্যাটিন আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ গীটারশিল্পী এবং এই সঙ্গীতযন্ত্রের আন্তর্জাতিক মানকেও সমৃদ্ধ করেছেন। | Antonio Lauro é considerado um dos mais importantes maestros de guitarra da América Latina, tendo também contribuído de forma definitiva para ampliar o repertório universal desse instrumento. |
10 | এডুয়ার্ডো কাসানোভা তার ব্লগ লিটারানোভাতে লিখেছেন: | Eduardo Casanova escreve no blogue Literanova [es]: |
11 | তিনি আমার স্কুলের সঙ্গীত শিক্ষক ছিলেন, যেখানে তিনি একটি ছোট্ট সঙ্গীতদল তৈরী করেছিলেন, যেমনটি তিনি বহু স্কুলে করেছেন। | |
12 | তার এই প্রবণতা তাকে ভেনেজুয়েলার সফল সঙ্গীত আন্দোলনের অন্যতম রুপকার হিসেবে দাড় করিয়েছে। গর্বের সাথে জানাচ্ছি যে আমার সুযোগ হয়েছে ইউরোপের নামকরা রেডিও স্টেশনগুলোতে তার বাজানো সঙ্গীত শোনা। | Foi meu professor de música no Colégio Santiago de León de Caracas, onde organizou um pequeno coro, como já tinha feito em muitos colégios, sendo que foi o verdadeiro criador do movimento do coral Venezuelano, que é um sucesso. |
13 | অধ্যাপক লরো ভেনেজুয়েলার, এমনকি ল্যাটিন আমেরিকার সবচেয়ে খ্যাতিসম্পন্ন কম্পোজার। “নাটালিয়া” হচ্ছে ভেনেজুয়েলার আধুনিক শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় একটি উদাহরণ। | Com muito orgulho, tive a oportunidade de ouvir várias de suas obras em emissoras de rádio européias, pois o Professor Lauro é o músico venezuelano, ou até mesmo latino-americano, mas conhecido no mundo. |
14 | লরো তার একমাত্র মেয়ের জন্যে এটি রচনা করেছিলেন। | “Natalia” é uma das canções mais representativas da música clássica da Venezuela. |
15 | বর্তমানকালে এর সূক্ষ্ণ সৌন্দর্যের জন্যেই লোক এটি শুধু পছন্দ করে না, নবীন গীটারশিল্পীদের জন্যে এটি একটি কষ্টসাধ্য বাজনাও বটে (যা এই ভিডিওর নীচে মন্তব্য পড়ে বোঝা যাবে)। | Lauro a compôs para sua filha, e hoje é reconhecida não apenas por sua beleza mas também por ser considerada um grande desafio entre guitarristas (o que pode ser visto nos comentários do vídeo abaixo): |
16 | টান টোচে একটি মজার ভিডিও পোস্ট করেছে যেখানে নামী শিল্পীরা “নাটালিয়া” বাজানোর চেষ্টা করছেন। | Tan Toche publica um vídeo interessante no qual artistas famosos tentam tocar “Natalia”. |
17 | এই ভিডিওতে লোরো তার পৌত্রী মারিয়া ক্রিস্টিনার জন্যে একটি বিশেষ গীটারে ঘুমপাড়ানী গানের সুর তুলছেন: | Nesse outro vídeo, o compositor toca a canção de ninar que ele compôs para sua neta, María Cristina, em uma guitarra feita especialmente para ele. |