Sentence alignment for gv-ben-20080616-1001.xml (html) - gv-por-20080610-1087.xml (html)

#benpor
1মিশর: ডাক্তাররা হাসপাতালে ব্লাক আউটের সময়কার ভিডিও চিত্র ধারন করেছেনEgito: médicos gravam vídeo de blecaute em emergência de hospital
2ইদানিং দেখা যাচ্ছে যে ক্রমবর্ধমান হারে হাসপাতাল গুলো রুগীদের জন্য স্বাস্থ্যসেবা দেবার পরিবর্তে বড় ব্যবসা প্রতিষ্ঠানের মতো তাদেরকে মক্কেল হিসেবে ভাবছে।Nos dias de hoje, é cada vez mais freqüente hospitais serem geridos como grandes negócios com clientes ao invés de instalações de saúde com pacientes.
3ডাক্তাররা যারা নিজেদের শপথ রক্ষা করতে চায় তাদেরকে দেখতে হবে তাদের হাসপাতাল কর্তৃপক্ষেরও রোগীদের ভালমন্দের চিন্তা যেন সর্বাগ্রে থাকে।Médicos que desejam honrar seu Juramento de Hipócrates tem de torcer para que a direção de seus hospitais tenham o mesmo ideal de manter o bem dos pacientes como a mais alta prioridade.
4মিশরের আল মাত্রায়া মেডিকেল কলেজ হাসপাতালে গত সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনা ছিল যে ৪টি শিশু আর ২ জন প্রাপ্ত বয়স্ক যারা জীবন রক্ষাকারী যন্ত্রের উপর নির্ভরশীল ছিল তারা ভোরবেলায় ২ ঘন্টা বিদ্যুত না থাকায় আর ব্যাকআপ জেনারেটর কাজ না করার কারনে মারা যায়।Esse foi o caso na semana passada no hospital educacional Al Matrya no Egito, onde 4 bebês e 2 adultos perderam suas vidas devido a um blecaute de 2 horas nas primeiras horas da manhã e os geradores falharam uma vez mais.
5জেইনোবিয়া লিখেছেন:Zeinobia escreve:
6গত ২২ মে ২০০৮ আল মাত্রায়া মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যুত বিভ্রাটের ফলে একটি দুর্ঘটনা ঘটেছে। হ্যা বিদ্যুত বিভ্রাট হয় ২ ঘণ্টাব্যাপী যার ফলে ৪টি শিশু জন্ম পরবর্তী ইন্টেন্সিভ কেয়ারে মারা যায়।Last week Al Matrya educational hospital had seen a tragedy on the 22nd of May 2008 when a power outage took place , yes power outage took place for two hours leading to the dramatic death of 4 babies in the neonatal intensive care.
7আপনাদের হয়ত জানেন যে এই ঘটনার তিন সপ্তাহ আগে এই হাসপাতালে এমন একটা বিভ্রাট ৫ মিনিটের জন্য হয়েছিল আর তখনও ইলেক্ট্রিক জেনারেটর কাজ করে নি!!You must know before this outage on the 22nd of May , the hospital witnessed an another outage from three weeks before for 5 minutes and you must know that the back up electric generators did not work !!
8আপনাদের জন্যে গুরুত্বপূর্ণ আরেককটি তথ্য হল স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত এই হাসপাতালের প্রশাসন ব্যাপারটি জানত।More important you must know that the administration of that hospital in Cairo that follows the ministry of health knew that.
9আর হাসপাতাল প্রশাসন বাচ্চাদের মৃত্যুর সময় বিদ্যুৎ বিভ্রাটের ৩ ঘণ্টা আগে লিপিবদ্ধ করেছে আইনগত জটিলতা এড়ানোর জন্য!!You must know that the administration of that hospital faked the time of death of those infants three hours before the outage so it would escape the legal accountability !!
10ডঃ আক্রুত যিনি ইউটিউবে আক্রুত৪এভার নামে পরিচিত এবং তার সাথে আর যেসব ডাক্তার ডিউটিতে ছিলেন তারা তাদের সেলফোনের মাধ্যমে ব্লাক আউটের সময় বাচ্চাদের বাঁচানোর চেষ্টার ভিডিও ধারন করেছেন ও ইউটিউবে প্রকাশ করেছেন।Mais importante, você precisa saber que a administração deste hospital no Cairo, que atende o ministério da saúde, sabia disso. Você precisa saber que a administração deste hospital fraudou a horário do óbito dessas crianças para 3 horas antes da interrupção para que escapassem da responsabilidade legal!!
11Durante o blecaute, médicos que estavam em serviço com Dr. Akroot, conhecido no YouTube como akroot4ever, gravaram em seus celulares seus esforços desesperados para salvar a vida dos bebês.
12তিনি ভিডিওর বর্ণনাতে বলেছেন (আরবী ভাষায়) যে হাসপাতাল প্রশাসন জানত যে ৩ সপ্তাহ ধরে জেনারেটর কাজ করছে না এবং আগের বার যখন ৫ মিনিটের জন্য বিদ্যুত চলে গিয়েছিল আর জেনারেটর শুরু হতে পারে নি সেটি কোনক্রমেই স্বাভাবিক ছিল না। এই অবহেলার ফলে ২২ শে মে ভোর ৩টায় যখন দুর্ঘটনা হল তখন লাইফ সাপোর্ট মেশিনে বিদ্যুত ছিল না (জেনারেটর কাজ করে নি) আর এর ফলে শিশু গুলো মারা যায়।Ele explica na descrição do vídeo que a administração do hospital sabia que os geradores não estavam funcionando, já que 3 semanas antes do blecaute de 2 horas as luzes ficaram apagadas por 5 minutos e os geradores falharam, o que era incomum, então quando a tragédia ocorreu às 3 horas da manhã de 22 de maio, as máquinas vitais ficaram sem energia e isso causou as mortes dos bebês em seus leitos.
13নীচের ব্লাক আউটের সময় ডাক্তারদের ধারন করা দুই ভিডিও দেয়া হল যা মেশিনের শব্দ, বাচ্চাদের কান্না আর ডাক্তারদের দুর্দশাগ্রস্ত কথার সাথে বাচ্চাদের বাঁচানোর জন্য এই ডাক্তারদের আপ্রাণ চেষ্টার চিত্র আছে।( ১ম এবং ২য় পর্ব- আরবী ভাষায়)A seguir, dois vídeos gravados pelos médicos durante o blecaute, onde o som dos bipes das máquinas, bebês chorando e vozes dos médicos aflitos acompanham imagens dos mesmos médicos tentando fazer tudo o que fosse possível para salvar a vida desses bebês (1, 2 e 2 [ar]):
14আক্রুত৪এভার এর আপ্লোড করা একটি ভিডিওতে একজন রোগীকে মনিটরের সাথে যুক্ত দেখা যায় যেখানে রোগীর জীবনের গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাচ্ছে… একমাত্র সমস্যা হল মনিটর ডেমো মোডে দেখাচ্ছে এবং একজন সুস্থ্য রোগীর জন্য আদর্শ মাপকাঠি দেখানো হচ্ছে, আর এই মনিটরের সাথে যুক্ত রোগী আগেই মারা গেছে বেশীর ভাগ কর্মীর অগোচরে:Outro vídeo enviado por akroot4ever mostra um paciente ligado a um monitor que lê os sinais vitais… o único problema é que o monitor está exibindo as opções DEMO (demonstração) onde os sinais vitais são representados de acordo com o padrão de pacientes saudáveis, e o paciente conectado ao monitor já havia falecido, sem que a maior parte da equipe notasse.
15ইজিপ্সিয়ান ক্রনিকলস ব্লগের জেইনোবিয়া জানাচ্ছেন ড: আক্রুতের পক্ষে সবার জোড়াল সমর্থন রয়েছে। এই ডাক্তার দলের প্রশংসা করা হচ্ছে বাচ্চাদের জীবন বাঁচাতে তাদের আপ্রাণ চেষ্টার জন্য এবং এই হাসপাতালে সত্যিকারের কি হয়েছে তা প্রকাশ করার সাহস থাকার জন্য।O apoio ao Dr. Akroot é forte de acordo com Zeinobia no Egyptian Chronicles, onde o time de médicos está sendo aclamado por sua determinação em salvar vidas durante a crise e por sua força de vir a público e expor o que aconteceu no hospital educacional Al Matrya.