Sentence alignment for gv-ben-20150618-49237.xml (html) - gv-por-20150714-58967.xml (html)

#benpor
1নেপালের ভূমিকম্প পরবর্তী জীবন তুলে ধরলো একটি ছবি প্রকল্প
2পোখারার একটি ইঁটের দেয়ালে লিখে রাখা আছে দিনটি, যার কথা আমরা কোনোদিনই ভুলতে পারবো না।
3পোখারায় ভুমিকম্পের আঁচ খুব একটা লাগেনি।Projeto fotográfico documenta a vida no Nepal após o terremoto
4কিন্তু ভুমিকম্পের পরবর্তী কম্পনের কারণে বেশিরভাগ পর্যটক তাদের ভ্রমণ বাতিল করেছেন।
5হোটেল রুমগুলো ফাঁকা পড়ে আছে। নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন পাবান১১।Uma data que nenhum de nós esquecerá, gravada no muro em Pokhara.
6অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। গত কয়েক মাসে নেপালে পরপর তিনটি তীব্র মাত্রার ভুমিকম্প হয়েছে।O tremor poupou Pokhara, mas os abalos afetaram em reservas canceladas e nos quartos de hotel vazios.
7এতে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন।Foto de @paavan11 pelo Projeto fotográfico no Nepal.
8আহত হয়েছেন আরো অনেকে।Uso autorizado
9বাস্তুচ্যুত হয়েছেন ২ মিলিয়ন মানুষ।Três terremotos catastróficos devastaram o Nepal nos últimos meses.
10তাছাড়া ৮ মিলিয়ন মানুষ কোনো না কোনো ভাবে ভূমিকম্পে ক্ষতির শিকার হয়েছেন।
11(আরো বিস্তারিত তথ্যের জন্য গ্লোবাল ভয়েসেস-এর বিশেষ কাভারেজ দেখুন।) নেপাল ছবি প্রকল্প এই দুর্যোগের ছবি তুলে রাখতে কাজ করছে।Mais de 8.000 pessoas morreram, o dobro estavam feridos, 2 milhões de pessoas estavam desabrigadas, e uma estimativa total de que 8 milhões foram afetadas de alguma forma.
12কাঠমান্ডু'র দশজন আলোকচিত্রী এই প্রকল্পের জন্য কাজ করছেন।(Para maiores informações, leia na cobertura especial da página [en] da Global Voices‘ special coverage page.)
13প্রকল্পের কাজে নেতৃত্ব দিচ্ছেন আলোকচিত্রী সুমিত দয়াল এবং লেখক তারা বেদী।O Projeto Fotográfico no Nepal está trabalhando para capturar fotos dessa catástrofe histórica.
14এই দু'জন গত ২৫ এপ্রিল ভূমিকম্প হওয়ার পরপরই ছবি তুলে রাখার প্রকল্প হাতে নেন। ইতোমধ্যে প্রকল্পের ইনস্টাগ্রাম পাতায় ৬১,৪০০ জনের বেশি এবং ফেসবুকে ৭,৬০০ জনের বেশি অনুসরণকারী জুটেছে।O projeto pertence a um grupo de dez fotógrafos de Katmandu e arredores, dirigido pelo fotógrafo Sumit Dayal e o escritor Tara Bedi, que iniciaram a ação depois do terremoto de 25 de abril.
15ক্রাউডসোর্সিং ছবির মাধ্যমে আলোকচিত্রীরা ভূমিকম্প পরবর্তী জীবন কেমন কাটছে, তাই তুলে ধরেছেন।Até agora, foram mais de 61.400 seguidores no Instagram e 7.600 no Facebook.
16তাদের তুলে ধরা ছবির মধ্যে যেমন ধ্বংসযজ্ঞ, উদ্ধার অভিযান, ত্রাণ কার্যক্রম, পুনর্গঠন রয়েছে, তেমনি ভবিষ্যতের জন্য আশার আলোও ফুটে উঠেছে। প্রকল্পটি জনপ্রিয়তা পাবার কারণ খুব সাধারণ।Usando fotos de diversas fontes, os fotógrafos recontam histórias de vida depois dos terremotos: a devastação, o resgate, o socorro, a reconstrução e os sinais de esperança para o futuro.
17যে কেউ #নেপালছবিপ্রকল্প হ্যাশট্যাগ ব্যবহার করে এতে ছবি যুক্ত করতে পারেন। সাথে অবশ্য ছবির বিষয়বস্তু নিয়ে একটা ক্যাপশন দিতে হয়।O aumento da popularidade do projeto é sobretudo pela sua simplicidade: os colaboradores apenas inserem uma hashtag para a imagem, escrevendo #nepalphotoproject, e incluem uma pequena legenda sobre o conteúdo e a personagem da foto.
18উদ্যোক্তারা একে আরো বেশি ব্যবহারিক এবং ব্যক্তিগত রাখতে চেষ্টা করেছেন।Os organizadores querem manter um caráter mais funcional e pessoal.
19প্রকল্পের সাম্প্রতিক ছবিগুলোতে নেপালে যে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছে এবং জনগণ দেশটিকে পুনর্গঠন করছে তা দেখানো হয়েছে।As recentes publicações do projeto mostram como a vida no Nepal está voltando ao normal e como as pessoas estão reconstruindo.
20এ হচ্ছে মঞ্জু গুরুং।Esta é Manju Gurung.
21যতোবারই আমি তার ছবি তুলতে গেছি, সে ততোবারই চাপা হাসি দিয়ে পালিয়ে গেছে।Cada vez que tento tirar a foto, ri e foge.
22গত ২৫ এপ্রিলের পর থেকে তারা অন্য আরো দু'টি পরিবারের সাথে মুরগির জন্য বানানো শেডের নিচে বসবাস করছে।Ela e a família foram morar com mais duas famílias em um galinheiro desde 25 de abril.
23সম্প্রতি তার স্কুল খুলেছে। সে তার বন্ধুদের সাথে স্কুলে যেতে পেরে খুশি।Pelo menos está na escola e sente-se feliz por estar com os amigos.
24তবে সে আমাকে বলেছে, স্কুলে কোনো ক্লাস হয় না। বন্ধুদের সাথে খেলেই সময় কাটে।Ela me disse que eles não têm aula, só brincam para passar o tempo.
25তার আশা, আগামী সপ্তাহ থেকে স্কুলে নিয়মিত ক্লাস হবে।A partir da próxima semana espera o ensino básico voltar.
26নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন সচিন্দ্র রাজবংশী।Foto de @sachindrarajbansi pelo Projeto fotográfico no Nepal.
27অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Uso autorizado
28সিক্রিগ্রায়াং, নেপাল।Sikrighyang, Nepal.
29বাড়ির জন্য কতোটুকু কাঠের দরকার হবে মান বাহাদুর তা বিলংয়ের কাছে জানতে চাইছেন।Mann Bahadur pergunta para Bilong as dimensões da madeira necessária para a estrutura da casa dele.
30৩১ বছর বয়সী বিলং পাশের দেশ ভারত থেকে এসেছেন। বাঁশের বাড়ি বানানোয় তার রয়েছে ৭ বছরের অভিজ্ঞতা।Bilong, 31, é da Índia e tem sete anos de experiência na construção de casas de bambu.
31ভাষাগত ভিন্নতা থাকলেও তারা একে অপরকে ভালোই বুঝতে পারেন। ভূমিকম্পে ধ্বংস হওয়া মান বাহাদুরের বাড়ি নতুন করে বানাতে একসাথে কাজ করছেন তারা।Apesar da diferença de idioma, eles se entendem bem e estão trabalhando juntos para construir a casa de Mann Bahadur que foi destruída pelo terremoto.
32নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন উজ্জ্বলগার্গ০৪১২।Foto de @ujwalgarg0412 pelo Projeto fotográfico no Nepal.
33অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Uso autorizado
34ভূমিকম্পের পরে থেকে থেকে কেঁপে ওঠার ৪৬ দিন পার হয়ে গেছে। এখন মনে হচ্ছে, সবকিছু ঠিক আছে।Agora, finalmente depois de 46 dias da ameaça constante de tremores, parece que a terra está assentando.
35গত কিছুদিন ধরে দু'দিন পরপরই আমরা ৪. ১ মাত্রার কম্পনের মুখোমুখি হচ্ছিলাম।Depois de um intervalo de dois dias, chegamos a um sismo de magnitude 4.1 magnitude hoje às 2h00 da manhã.
36মানুষজন এখন আগের মতোই দিন কাটাচ্ছে। শান্তিতে ঘুমাতে পারছে।As pessoas começaram agora a viver as suas vidas normalmente.
37ভয়ে, রাতে আর বাতি জ্বালিয়ে রাখতে হচ্ছে না।Dormem em paz, apagam as luzes à noite.
38রাস্তায় গাড়িঘোড়াও বেড়েছে।O tráfego retorna.
39কাঠমুন্ডু স্বাভাবিক হয়ে উঠেছে।Katmandu está voltando ao normal.
40নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন সাগরছত্রী।Foto de @saagarchhetri pelo Projeto fotográfico no Nepal.
41অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Uso autorizado
42ধ্বংসস্তুপের স্মৃতি: আমি যখন সানখু'র ধ্বংসস্তুপে ভরা একটি সরু গলি দিয়ে হেঁটে আসছিলাম, তখন এই ছবিটি দেখি।Memórias nas ruínas - Enquanto estava caminhando pelo escombro que tomou a viela de Sankhu, deparei com essa foto.
43ভালো করে লক্ষ্য করে দেখলাম, ছবির লোকজন রোদ পোহাচ্ছে।Olhando de perto, vi as pessoas sentadas ao sol.
44এই গ্রাম্য শহরে একদা এরকম দৃশ্য অহরহ চোখে পড়তো। এখন সর্বত্র শুধু ধ্বংসস্তুপ।Esses eram o cenário e os costumes da população local que você poderia ver em qualquer lugar ao longo das cidades.
45এই ছবি একসময়ের সুখস্মৃতির কথা মনে করিয়ে দেয়।Hoje há escombros por toda parte.
46নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন সচিন্দ্র রাজবংশী।
47অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Com certeza, a foto é uma memória distante.
48বাঙ্গামাটির দিব্য জ্যোতি স্কুলের শিক্ষার্থীরা।Foto de @sachindrarajbansi pelo Projeto fotográfico no Nepal. Uso autorizado
49স্কুলটি কোআর্ট #রিবিল্ডিংবাঙ্গামাটি টিমের সদস্যরা পুনর্গঠন করে দিয়েছে।Alunos da escola Dibya Jyoti de Bungamati dentro de uma cabana improvisada pelo grupo KUArt ‪# RebuildingBungamati‬.
50কিছু কিছু ক্লাস পুরোনো ভবনেই নেয়া হচ্ছে। টিমের সদস্যরা অদূরেই আরো কিছু আশ্রয়কেন্দ্র তৈরি করছেন।Algumas aulas ainda estão no antigo prédio da escola e o grupo está preparando muito mais abrigos por perto.
51এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পরে গত সপ্তাহে নেপালের বেশিরভাগ স্কুল চালু হয়েছে। যদিও অনেক স্কুলের ভবন নিরাপদ নয়।A maioria dos prédios escolares no Nepal reabriu semana passada depois do devastador terremoto de abril.
52সেজন্য খোলা আকাশের নিচে ক্লাস নেয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় অবশ্য ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস নেয়া হচ্ছে।Desde então, muitos edifícios não estão seguros, as aulas são dadas ao ar livre em alguns lugares, mesmo que em construções perigosas.
53নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন কিশোরকেএসজি।Foto de @kishorksg do Projeto fotográfico no Nepal.
54অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Uso autorizado
55আপনি একে যদি স্টিভেন স্পিলবার্গের ছবির দৃশ্য ভেবে থাকেন, তাহলে ভুল হবে। আমি এই বালকটিকে যখন দেখি সে হাতে তৈরি খেলনা সামনে ঠেলছিল।Como se saísse da cena de um filme de Steven Speilberg, vi esse menino empurrando com as mãos um brinquedo feito de um simples galho e duas rodas de metal pelo escombro e o que uma vez foi a casa do seu vizinho.
56খেলনাটি বানানো হয়েছে একটি লাঠির সাথে দু'টি ধাতুর চাকা দিয়ে।Eu o observei empurrando seu brinquedo pelas ruínas e pedras.
57আমি তাকে ধ্বংসস্তুপের মধ্যে দিয়ে তার খেলনাটি চালিয়ে যেতে দেখলাম।
58নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন কেভিনকাস্টার।।Foto de @kevinkuster do Projeto fotográfico no Nepal.
59অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Uso autorizado
60১৮৫৫ থেকে ১৮৫৬ সালে নেপাল এবং তিব্বতের মধ্যে যুদ্ধ হয়েছিল।Durante a guerra entre o Nepal e o Tibet (1855-1856), várias vidas foram perdidas.
61সে যুদ্ধে উভয় পক্ষের বিপুল সংখ্যক সৈন্য মারা যায়। যুদ্ধ শেষে হাইবাঙ্গের সৈন্যরা গ্রামে ফেরেন, তখন তারা তাদের নিহত সহকর্মী যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষ রোপণ করেন।Depois da guerra, os soldados de Haibung voltaram ao vilarejo e plantaram essa árvore para lembrarem dos soldados mortos e se redimirem dos pecados por matarem milhares de contrapartes.
62সেই গাছগুলো এখনো হাইবাঙ্গ গ্রামের প্রান্তদেশে দাঁড়িয়ে রয়েছে।A árvore ainda permanece à beira da ala nº 1 do vilarejo Haibung.
63নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন সচিন্দ্র রাজবংশী।।Foto de @sachindrarajbansi do Projeto fotográfico no Nepal.
64অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Uso autorizado
65শহীদগেটে একটি ছোট্ট ধারাহারা বানানো হচ্ছে।Fazendo uma pequena ‪# dharahara‬ em ‪# sahidgate‬.
66ভূমিকম্পে পড়ে যাওয়া ধারাহারার স্মৃতি মনে রাখতে দু'জন মানুষ একটি ছোট্ট ধারাহারা বানাচ্ছেন।Dois homens trabalham para construir uma dharahara menor em memória dos mortos.
67উল্লেখ্য, ২৫ এপ্রিলের ভূমিকম্পে ঐতিহাসিক ধারাহারা ধ্বংস হয়ে যায়।A histórica dharahara foi destruída pelo terremoto de 25 de abril.
68নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন ইন্সপায়ার্ডমনস্টার।Foto de @inspiredmonster do Projeto fotográfico no Nepal.
69অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Uso autorizado
70নেপালের চাপাগাওয়ের ১৬ বছর বয়সী সুলোচনা মহাজন চরকায় সুতা কাটছেন।Sulochana Maharjan, 16, tece lã em Chapagaon, Nepal.
71ভূমিকম্পের পরে বাড়িতে থাকা নিরাপদ নয় ভেবে সে ও তার পরিবার বাড়ির পাশেই একটি তাঁবুতে দিন কাটাচ্ছেন।Ela e a sua família estavam dormindo em uma barraca próxima da casa, sem saber se a casa deles estava segura para ficarem depois do tremor.
72ধ্বংসস্তুপের মাঝে তাদের দিন কাটে বিষণ্ন ভাবে।Em meio ao entulho e ao luto, a vida segue.
73নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন ইলিগার্ডনার।Foto de @eliegardner do Projeto fotográfico no Nepal.
74অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Uso autorizado
75যতোবারে পারা যায় নেপালিরা তাদের দেশ পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।Os nepaleses estão trabalhando de todas as maneiras possíveis para reconstruir seu país.
76শিল্পী-সাহিত্যিকরা তাদের সৃজনশীলতা ব্যবহার করে অর্থ সংগ্রহের কাজ করছেন।Os artistas empregam seu talento para fazerem parte de uma campanha e arrecadarem fundos.
77এরা কাঠমান্ডুভিত্তিক শিল্পী সংগঠন আর্ট ল্যাবের কর্মী।Esses são artistas ligados com um grupo eclético chamado Art Lab com base em Katmandu.
78তারা রাস্তার পাশের দেয়াল ব্যবহার করে আশাবাদ, শান্তি, সহানুভুতি ও সাহসের বার্তা ছড়িয়ে দিচ্ছেন।Eles utilizam muros públicos para divulgarem mensagem de esperança, paz, compaixão e coragem.
79তাছাড়া ভূমিকম্পে যারা মানসিক আঘাত পেয়েছেন, তাদের কাছে শিল্পকে একটি থেরাপি হিসেবে উপস্থাপন করতেও তারা দেয়ালে আশাবাদ আর সাহসের মন্ত্র লিখে রাখছেন।Isso também faz parte dos esforços em usar a arte como terapia para todos que estão traumatizados após o terremoto.
80নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন প্রাচ_ইজ_হেয়ার।Foto de @prach_is_here do Projeto fotográfico no Nepal.
81অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Uso autorizado
82২৫ এপ্রিলের ভূমিকম্পের পরে চলতি সপ্তাহে নেপালের স্কুলগুলো খুলেছে।As escolas reabrem nessa semana no ‪# Nepal‬ depois do terremoto de 25 de abril ‪# NepalQuake‬.
83বটগাছের শীতল ছায়ার নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা। এটি গোর্খার খুব কাছে সালয়ানতরে অবস্থিত।Isso, sob a agradável sombra de uma majestosa árvore Banyan em Salyantaar, próximo de Gorkha.
84নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন মিকানেস।Foto de @mikaness do Projeto fotográfico no Nepal.
85অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Uso autorizado
86কাঠমুন্ডুর একটি ক্যাম্পে পুলিশ কনস্টেবল এবং জুডো খেলোয়াড় প্রমীলা খাদকা মহিলা ও শিশুদের আত্মরক্ষার শিক্ষা দিচ্ছেন।A policial e praticante de judô Pramila Khadka ministra aulas de autodefesa com sua equipe para mulheres e crianças em um acampamento em Katmandu.
87একজন অংশগ্রহণকারী আমাকে বলেছেন “ক্যাম্পের পরিবেশ বাড়ির মতো নয়। চারদিকে অসংখ্য আগন্তুক ঘুরে বেড়াচ্ছে।“Morar em um acampamento não é como morar em casa, há tantas pessoas estranhas entre nós.
88এখন একজন ছেলে যদি আমাকে উত্যক্ত করে, তবে সে নিজেকে বাঁচাতে পারবে না”।Mas agora se um menino provocar-me, ele não estaria a salvo,” diz uma participante.
89নেপাল পুলিশের কাজ পছন্দ হলো।Felicito a Polícia Nepalesa!
90তাদের প্রতি সশ্রদ্ধ অভিবাদন।Amo o seu trabalho.
91নেপাল ছবি প্রকল্পের জন্য ছবি তুলেছেন পাবান১১। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Foto de @paavan11 do Projeto fotográfico no Nepal.