Sentence alignment for gv-ben-20100402-10140.xml (html) - gv-por-20100330-7245.xml (html)

#benpor
1রাশিয়া: মস্কো সাবওয়ে বোমা হামলার প্রাথমিক খবরRússia: Cobertura Inicial do Ataque ao Metrô de Moscou
2মস্কোর সোমবার সকালের রুটিন আজ ২৯শে মার্চ সকালে ভেঙ্গে গিয়েছিল সাবওয়েতে দুটি আত্মঘাতী হামলার ফলে, যার ফলে অন্তত ৩৮ জন নিহত আর ৭০ জন আহত হয়েছেন (অনেক ছাত্র ছিলেন, ৪০ বছরের কম বয়সের)।A rotina matinal da segunda-feira em Moscou foi quebrada hoje (29 de março) por dois atentados suicidas no metrô [en], que tiraram a vida de pelo menos 28 e feriu pelo menos 70 pessoas (muitas das vítimas eram estudantes, com menos de 40 anos).
3আত্মঘাতী হামলা দুইজন মহিলা চালান যারা কথিত উত্তর ককেশাস বিদ্রোহীদের সাথে সম্পর্কিত।As explosões suicidas foram realizadas por duas mulheres alegadamente afiliadas aos rebeldes do norte do Cáucaso [en].
4ব্লগাররা সর্বপ্রথমে এই দুর্ঘটনার কথা জানানো শুরু করে এবং একমাত্র স্থির মিডিয়া হিসাবে কাজ করে কারণ মূল সংবাদ ওয়েবসাইট উচ্চ ট্রাফিকের কারনে সাড়া দিতে ব্যর্থ হয় আর টিভি চ্যানেল খুব আস্তে আস্তে কাজ করেছে।Os blogueiros estiveram entre os primeiros a espalhar a notícia sobre o trágico evento, convertendo-se no primeiro meio estável enquanto os maiores sites de notícias pararam de responder devido ao excesso de tráfego e as redes de televisão demoravam demais para preparar algum material a tempo.
5টুইটার ব্যবহারকারী ক্রাসনোভা লক্ষ্য করেছেন, টুইটার হ্যাশট্যাগ #মেট্রো২৯ প্রতি সেকেন্ডে ৪০টি টুইট পাচ্ছিল যেখানে টিভি চ্যানেল মাত্র ৪টা গল্প তৈরি করতে পেরেছিল।Como notou [ru] o usuário do Twitter Krassnova, a hashtag #metro29 [ru, en] teve uma média de 40 tweets por segundo enquanto os canais de TV apenas conseguiram preparar 4 matérias.
6দুই ঘন্টার কম সময়ে মেট্রো২৯. রু ওয়েবসাইট প্রতিষ্ঠা করা হয়েছে ঘটনা জানানোর জন্য।Em menos de 2 horas um website metro29.ru foi posto no ar para cobrir os eventos.
7প্রথম একজন ব্লগার যিনি এই ঘটনা জানান তিনি মারিনা লিতভিনোভিচ (লাইভ জার্নাল ব্যবহারকারী এবস্ট্রাক্ট২০০১), সরকার বিরোধী একজন ব্লগার। তিনি লুবিয়াঙ্কা সাবওয়ে স্টেশন থেকে ছবি পোস্ট করেছেন, যেখানে প্রথম বিষ্ফোরণ ঘটে:Um dos primeiros blogueiros a espalhar a notícia foi Marina Litvinovich (usuária abstract2001 do LiveJournal), uma blogueira de oposição que publicou fotos da estação de metrô de Lubyanka [ru], lugar onde aconteceu a primeira explosão:
8‘লুবিয়াঙ্কা' সাবওয়ে স্টেশনের লবি, ছবি এবস্ট্রাক্ট২০০১ এর সৌজন্যেSaguão da Estação de "Lubyanka", Foto de abstract2001
9দ্বিতীয় বিষ্ফোরণ ঘটার স্থান পার্ক কুলটুরি সাবওয়ে স্টেশন থেকে যাত্রীদের সরিয়ে নেয়া দেখা যাচ্ছে এমন একটি ইউটিউব ভিডিও আছে, যা পোস্ট করেছেন বারানোভোয়েব:Aqui um vídeo do YouTube da evacuação de passageiros da estação de metrô de Park Kultury, onde ocorreu a segunda explosão, publicado pelo usuário baranovweb:
10কিছুক্ষণের জন্য তথ্য আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।Depois seguiu-se um colapso temporal de informações e dos transportes.
11আতঙ্কিত মস্কো বাসী যখন একসাথে খোঁজ নিচ্ছিলেন তাদের আত্মীয়, বন্ধুরা ঠিক আছেন কিনা তখন মস্কোর কেন্দ্রের সেল ফোন নেটওয়ার্ক ভেঙ্গে পড়ে।A medida em que os aterrorizados moscovitas começaram a verificar se seus amigos e parentes estavam vivos, a rede de telefonia celular no centro de Moscou parou de funcionar.
12লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী অফনেট অভিযোগ করেছেন যে সেলফোন ব্লাক আউটের কারণ হল একটি আমলাতান্ত্রিক রুটিন যেখানে এই চুড়ান্ত পরিস্থিতিতে প্রয়োজন ছিল একটা রি-ট্রান্সলেটর সেল স্টেশন স্থাপন করা।O usuário offnet do LiveJournal se queixou porque uma das razões do colapso na rede de telefonia celular foi uma rotina burocrática que requeria a montagem de uma estação adicional retransmissora de celulares até em situações extremas.
13হাব্রাহাব্র ব্লগিং প্লাটফর্ম ব্যবহারকারি রুবি‌র‍্যাবিট মূল সংবাদ ওয়েবসাইট ব্লাক আউটের পুরো একটা লগ তৈরি করেছেন।O usuário rubyrabbit de Habrahabr fez um registro completo dos principais sites que deixaram de funcionar.
14সকোলনিচেস্কায়া (লাল) সাবওয়ে লাইন তদন্তের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।A linha Sokolnicheskaya (vermelha) do metrô foi completamente fechada devido às investigações.
15কোমসোমোলস্কায়া স্টেশনে যানযটের ছবি ব্লগাররা পোস্ট করেন।Os blogueiros publicaram um vídeo da aglomeração na estação Komsomolskaya.
16একই সময়ে মানুষ মেট্রো ব্যবহারে সাবধানতা অবলম্বন করেন , যদিও অন্যান্য সাবওয়ে লাইন খোলা ছিল।Ao mesmo tempo, as pessoas eram cautelosas quanto ao uso do metrô, ainda que outras linhas tenham permanecido abertas.
17জনপ্রিয় ব্লগার নিকোলাই দানিলোভ (এলজে ব্যবহারকারী এনএল) ভিড়ের ছবি পোস্ট করেছেন যেখানে মানুষ তাদের কাজের জায়গায় যাচ্ছেন:O popular blogueiro Nikolay Danilov (usuário nl do LiveJournal) publicou fotos da multidão de trabalhadores marchando para seus locais de trabalho:
18মস্কোবাসী তাদের কর্মক্ষেত্রে যাচ্ছেন, ছবি নিকোলাই দানিলভের।Muscovitas chegando aos seus locais de trabalho, foto de Nikolay Danilov (nl)
19টিভি চ্যানেলের সংবাদ কেবলমাত্র ধীর গতিরই ছিল না তাদের এই ঘটনা প্রচারের মনোভাবের অভাবকেও দায়ী করা হয়েছে।Os canais de TV não foram apenas lentos, mas também foram acusados de não ter a atitude adequada em suas coberturas do evento.
20আর একজন জনপ্রিয় ব্লগার, আন্টন নোসিক (এলজে ব্যবহারকারী ডোল্বয়েব) লিখেছেন:Outro popular blogueiro, Anton Nossik (usuário dolboeb do LiveJournal), escreveu [ru]:
21দুপুর ১২:০০ টায় চ্যানেল ওয়ান তাদের নিয়মিত সংবাদ অনুষ্ঠান শুরু করেছে।Ao meio dia, o Canal Um começou sua transmissão regular de programas de notícias.
22কোন তাড়া ছাড়া তারা টোকিও (১৯৯৫), বাকু, প্যারিস, ডুসেলডর্ফ, লন্ডন এ সাবওয়ে বোমা হামলার কথা, [ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের] সমবেদনা সম্পর্কে, [ইউক্রেনের সাংসদদের] অ্যাঞ্জেলা মার্কেল, বারনার্ড কুশনারের পাঠানো সমবেদনা সম্পর্কে জানিয়েছে।Sem nenhuma pressa, contaram dos atentados em Tokio (1995), Baku [Azerbaijão], Paris, Dusseldorf, Londres, sobre as condolências [do presidente ucraniano Victor Yanukovich], sobre as condolências enviadas por [legisladores ucranianos], de Ângela Merkel, Bernard Kushner.
23তার পরে খুব দ্রুত তারা সংক্ষিপ্ত একটা রিপোর্ট দিয়েছেন মস্কোর সকল মূল ঘটনার, দেড় মিনিট দীর্ঘ: ৩৫ জন নিহত, ৭০ আহত, মেট্রো কোমসোমোলস্কায়া থেকে স্পোরটিভনায়া পর্যন্ত কাজ করছে না, কেন্দ্রে যানজট, সরকার সকল রাশিয়ার বিমানবন্দরে নিরাপত্তা বাড়াতে তাগিদ দিয়েছেন।Depois, rapidamente, deram um breve informe de todos os principais acontecimentos em Moscou, um minuto e meio de duração: 35 mortos, 70 feridos, o metrô não funciona de Komsomolskaya a Sportivnaya, há engarrafamento de tráfego no centro, o governo exige que se aumente a segurança em todos os aeroportos russos.
24কয়েক সেকেন্ডের জন্য, তারা [সাংবাদিক] তিমুর সেরাজিভকে দিয়ে রিপোর্ট করিয়েছেন লুবিয়াঙ্কা স্কয়ার থেকে সরাসরি, আর তার পরে তারা স্বাস্থ্যকর খাবার, পেপসি, কোন একটা এন্টিস্ট্যাক (পায়ের রক্তসন্ঞালনের জন্যে ট্যাবলেট), চকলেট ইন্সপায়ারেশন, দ্যা লভড ওইয়ান জুস, সিন্থেটিক তেল মবিল ১, জানালা ধোয়ার জিনিষ, নতুন দই এ্যাপেল মুস্লি, এফোবাজল- দুশ্চিন্তা আর প্রেসারের জন্য চিকিৎসা, জ্যাকব মোনার্ক কফি, নেসলে কর্নফ্লেক্স এর বিজ্ঞাপন দেয়া শুরু করেছে।Durante um par de segundos, tinham [o repórter] Timur Seraziev informando ao vivo desde a Praça Lubyanka e depois passaram a comerciais de comida saudável, Pepsi, um Antistax, chocolate Inspiração, jogo The Loved One, óleo sitético Mobil1, substância para lavar janelas, novo ioguarte Appel Musli, Afobazol - cura para ansiedade e pressão -, café Jacobs Monarch, cereais integrais da Nestlé.
25প্রত্যেকটি বিজ্ঞাপন লুবিয়াঙ্কার রিপোর্টের থেকে বড় ছিল।Todos estes comerciais foram mais longos do que a reportagem ao vivo em Lubyanka.
26৭ মিনিটের বিজ্ঞাপন বিরতির পরে, তারা অপরিকল্পিত টক শো ‘ডিস্ট্রিক্ট' শুরু করে দিল।Depois do fim da parada comercial de 7 minutos, eles começaram um talk-show não programado chamado “District”.
27ব্লগার আর সংবাদ পোর্টালগুলো তথ্যের এই ফাঁক ভরার চেষ্টা করছেন।Tanto os blogueiros quanto os portais de notícias ajudaram a preencher o vazio de informação.
28সংবাদ পোর্টাল লাইফনিউজ. রু একটি ছবির গ্যালারি পোস্ট করেছে যার মধ্যে উড়ে যাওয়া সাবওয়ের ট্রেন কামরার ছবি ছিল।O portal de notícias lifenews.ru publicou uma galeria de fotos [ru] que incluía fotos dos vagões explodidos do metrô [ru] [atenção: imagens fortes].
29এলজে ব্যবহারকারী সেগ_ও ছবি পোস্ট করেছেন পার্ক কুল্টুরি মেট্রো স্টেশনের কাছের এলাকা থেকে।O usuário seg_o do LiveJournal publicou fotos [ru] das zonas próximas à estação de metro de Park Kultury.
30বিবিসি আর গার্ডিয়ান তাদের সরাসরি ব্লগিং পাতা স্থাপন করেছে-লাইভব্লগ আর লাইভ কাভারেজ- সকল গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করছে।Tanto a BBC quanto o The Guardian lançaram suas páginas de blogagem ao vivo - LiveBlog [en] e Cobertura ao Vivo-BBC [en] - registrando todos os importantes acontecimentos.
31লাইভজার্নাল একটি বিশেষ চ্যানেল খুলেছে এই বিষয়টি জানাতে।O LiveJournal abriu um canal especial [ru] para cobrir o tema.
32নীচে বিষ্ফোরণ থেকে বেঁচে গেছেন এমন কয়েকজনের রিপোর্ট:Abaixo, alguns informes dos que sobreviveram às explosões:
33অয়োলিন:oyolin:
34আমি লুবিয়াঙ্কাতে একটা স্কুলে কাজ করি।Eu trabalho em Lubyanka.
35আমি ৮ টায় রওয়ানা দেই।No colégio.
36৭:৫০ এ আমি কুজনেটস্কি মোস্টে (সাবওয়ে স্টেশন) এসে পৌঁছাই।Começo às 8. às 7:50 eu cheguei a Kuznetsky Most (estação de metrô).
37আমি লুবিয়াঙ্কাতে পাল্টাতে চেয়েছিলাম, কিন্তু সেখানে সব কিছু ধোঁয়াতে ঢাকা ছিল, মানুষকে ঢুকতে দেয়া হচ্ছিল না।Eu quis mudar para a Lubyanka, mas lá tudo estava coberto de fumaça, não nos deixaram entrar.
38আমি কুজনেটস্কি মোস্টে বেরিয়ে আসি।Saí na Kuznetsky Most.
39লুবিয়াঙ্কা স্কোয়ারে তারা সব কিছু আটকিয়ে দিয়েছিল, সাহায্যকারী দল আসছিল।Na Praça Lubyanka eles bloquearam tudo, as equipes de salvamento chegaram.
40এখানে জটিল একটা পরিস্থিতি।Aqui no trabalho temos uma situação crítica.
41বাবা মা ফোন করছেন, খুব চিন্তিত হয়ে, মারা কাঁদছেন।Pais telefonando, muito nervosos, mães estão chorando. Isto é horrível.
42ভয়ঙ্কর।kotikeksik:
43কোটিকেক্সিক:São 14:40.
44এখন দুপুর দুটো চল্লিশ বাজে।Acabei de conseguir me acalmar.
45আমি নিজেকে সংযত করছি। চেয়ার থেকে উঠলে আমি আর কাঁপছি না, আমি আর কাঁদছি না।Já não mais tremo ao me levantar da cadeira, eu não choro mais.
46আমি নিজেকে দিয়ে কাজ করাতে চাচ্ছি।Estou tentando me fazer funcionar.
47ডাভেতে:davete:
48- কি হয়েছে? - দূর্ঘটনা কোন, প্রযুক্তিগত কারনে।Eu estava no meu caminho ao Park Kultury (estação do metrô).
49আর ঠিক ওই সময়ে বিষ্ফোরণ হল।Estava para sair da estação.
50যে ট্রেনটি উলটো দিকে যাচ্ছিল, ক্রোপটকিন্সকায়া স্টেশনের দিকে।Oficiais de polícia estavam caminhando próximos a mim. Uma mulher perguntou a eles: - O que aconteceu? - Bem, um acidente, razões técnicas.
51মাঝামাঝি কোথায় বিষ্ফোরণ হয়েছে।E neste exato momento uma explosão fez-se ouvir.
52খুব বেশি লোক ছিল না, পদদলিত হওয়ার ঘটনা হয়নি।No trem que ia na direção oposta, até a estação Kropotkinskaya.
53কিন্তু বিষ্ফোরণ খুব শক্তিশালি ছিল।Explodiu em algum lugar no meio. Havia tanta gente, não houve estampido.
54কোন সন্দেহ নেই এই বোমা সেনাবাহিনী- মানের সমকক্ষ ছিল।Mas a explosão foi muito poderosa. Sem dúvida esta bomba é uma bomba de padrões militares.