Sentence alignment for gv-ben-20090701-3953.xml (html) - gv-por-20090615-3270.xml (html)

#benpor
1আমেরিকা, সিঙ্গাপুর: ক্রেডিট কার্ডে বিয়ের পাত্রী কেনা আমেরিকার চেঞ্জ.EUA, Singapura: A respeito da compra de noivas com cartões de crédito
2অর্গের আমান্ডা ক্লোয়ের এর হিউম্যান ট্রাফিকিং ব্লগ (মানব পাচারকারী বিষয়ক ব্লগ) শুক্রবার এক বিজয় ঘোষণা করে।
3এই সাফল্য এসেছে তাদের এক প্রচারণার মাধ্যমে।
4ক্রেডিট কার্ড কোম্পানী ডাইনার্স ক্লাব ইন্টান্যাশনাল এমন এক কোম্পানীর সাথে ব্যবসা করা বন্ধ করেছে যারা ভিয়েতনামী পাত্রী সরবরাহ করে। পাত্রী সরবরাহের এই পদ্ধতির নাম মেইল অর্ডার ব্রাইড যেখানে বিভিন্ন দেশের পাত্ররা, পাত্রী পাবার জন্য ওই সমস্ত দেশের এজেন্সিকে (ক্রেডিট কার্ডের মাধ্যমে) টাকা প্রদান করে।O blog Human Trafficking [Tráfico de Humanos, en] por Amanda Kloer - hospedado em Change.org, nos Estados Unidos - declarou vitoriosa [en] sua campanha para que empresa de cartões de crédito Diners Club International [en] parasse de fazer negócios com uma empresa de Singapura que vende noivas vietnamitas por encomenda.
5৮০০-এর বেশী লোক এক দরখাস্তে (পিটিশন) সই করেছে, যেখানে বলা হয়েছে যেন ডাইনার্স ক্লাব যেন বিয়ের জন্য পাত্রী কেনাতে সহায়তা করা বন্ধ করে।Mais de 800 pessoas assinaram um abaixo-assinado para fazer com que a Diners Club parasse de facilitar a compra de mulheres para casamento.
6অনলাইনের দরখাস্ত (পিটিশন) বলছে:O abaixo-assinado online dizia:
7মানব জাতি পাচার বা বিক্রির জন্য নয়, এবং তারা অবশ্যই কোন টাকা আদান প্রদানের পরিকল্পনার অংশ হতে পারে না।Seres humanos não deveriam ser comprados ou vendidos, e eles certamente não deveriam ser parte de um plano de pagamento, de ‘promoções relâmpago', ou liquidações.
8নারী “ব্লু লাইট স্পেশাল” (কে মার্ট নামক সুপারশপ তার পণ্য বিক্রির জন্য বিশেষ এলাকার নাম দিয়েছিল ব্লু লাইট স্পেশাল) অথবা বিক্রির জন্য রাখা কোন উপাদান নয়।Noivas por encomenda não são apenas extremamente vulneráveis ao tráfico de humanos, mas também à violência doméstica, abuso, estupro e exploração [en].
9মেইল অর্ডার ব্রাইড (অন্য দেশ থেকে টাকা দিয়ে কেনা পাত্রী) কেবল মানব পাচার করার ক্ষেত্রেই অত্যন্ত নাজুক বিষয় নয়, এর ফলে মেয়েরা গৃহ নির্যাতন, অপব্যবহার, ধর্ষণ, এবং শোষনের শিকার হয়।
10কোন মানুষকে টাকা দিয়ে কেনার জন্য পরিকল্পনা করা নৈতিক এবং দার্শনিকভাবে বিপদজনক। মেইল অর্ডার ব্রাইড দেশের একটা পাত্রী পাবার অর্থনৈতিক বাধাকে দুর্বল করে দেয়।Enquanto a criação de um plano de pagamento para a aquisição de um ser humano é ética e filosoficamente repudiante, a atitude também reduz a barreira econômica para comprar uma noiva.
11এই বাধা অপসারন করার ফলে পাচারকারীরা আগের চেয়ে কম টাকায় পাত্রী কেনার সুযোগ পাবে যা তারা এর আগে অনেক বেশী টাকায় কিনতো।A remoção dessa barreira permite aos traficantes a aquisição de mulheres usando menos capital do que precisavam antes.
12এটা একটা নতুন সামাজিক- অর্থনৈতিক অপরাধী গোষ্ঠীর জন্য দরজা খুলে দেবে যাতে তারা সহজে মেয়েদের কিনতে পারে এবং তাদের শোষন করতে পারে।Abre uma porta para a compra e exploração dessas mulheres por uma nova classe socioeconômica de criminosos.
13বিয়ের জন্য পাত্রী কেনা সিঙ্গাপুরে বৈধ নয়, বিশ্বের কোথাও তা বৈধ নয়।Noivas por encomenda não são ilegais na Singapura, e nem na maior parte do mundo.
14এই মাসে সিঙ্গাপুরে ইলেকট্রিক নিউ পেপারে ভিয়েতনাম ব্রাইড ইন্টারন্যাশনাল নামের এক পাত্রী সরবরাহ প্রতিষ্ঠান সমন্ধে এক ধারাবাহিক নিবন্ধ প্রকাশিত হয়। এর মধ্যে দুটি বিষয় উঠে আসে যার একটি ছিল এই কোম্পানি কর্তৃক ডাইনার্স ক্লাবে মাসে ১৬৭ ডলার প্রদান এবং আরেকটি ছিল পাত্রীর উৎসস্থল বিবেচনা করে মুল্য নির্ধারনের পরিমান কমিয়ে আনা।Este mês, The Electric New Paper, de Singapura, publicou uma série de artigos a respeito da Vietnam Brides International [Noivas do Vietnã International], incluindo um sobre o plano de pagamento mensal da empresa no valor de 167 dólares com o cartão Diners Club, e outro sobre a variação nos preços para noivas, dependendo de onde elas vêm.
15সাংবাদিক ক্রিষ্টাল চ্যান সিঙ্গাপুরের ডিনার ক্লাবের বাজার বিপনন মহাব্যবস্থাপক বা জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেন (সেলস এন্ড মার্কেটিং)।A jornalista, Crystal Chan, também falou com o diretor-geral assistente (de vendas e marketing) da Diners Club (Singapura), quem disse, “Nós não fazemos um julgamento moral os negócios estabelecidos com nossos parceiros comerciantes.
16তিনি বলেন, আমাদের ব্যবসায়ী অংশীদারদের নৈতিকতা বিচার করি না, আমাদের জন্য ব্যবসাটি বৈধ হওয়া গুরুত্বপুর্ণ।Para nós, o mais importante é a legitimidade do negócio”.
17এই দরখাস্তের পর, ক্রেডিট কার্ড কোম্পানী তার সুর পাল্টে ফেলছে এবং চেঞ্জ. অর্গের কাছে নিম্নলিখিত চিঠি পাঠিয়েছে।Desde o abaixo-assinado, a empresa de cartão de crédito mudou seu discurso e escreveu a seguinte carta para Change.org:
18“ডিসকভার ফিনান্সনিয়াল সার্ভিসের একটি অংশ ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ একজন ফ্রান্চাইজির সাথে আমাদের অংশীদ্বারিত্বের বিষয়টি তুলে ধরার জন্য।“Em nome da Diners Club International, que é parte da Discover Financial Services, nós agradecemos vocês por nos chamarem a atenção sobre a relação deste específico comerciante com a franquia da Diners.
19এখন তাদের [ভিয়েতনাম ব্রাইডস ইন্টারন্যাশানালের] সাথে সর্ম্পকচ্ছেদ-এর জন্য সাধারণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।Passos formais foram tomados para finalizar a relação [com a Vietnam Brides International].”
20চেঞ্জ. অর্গের আমান্দা ক্লোয়ের উপসংহার টেনেছেন:Em Change.org, Amanda Kloer conclui:
21এটি একটা শক্তিশালী বিবৃতি এবং এটি বলছে সকলে মিলে এক বিশাল পরিবর্তন তৈরি করা হয়েছে।Obrigado por levarem este assunto aos olhos da Diners Club.
22আপনাদের দরখাস্ত ডাইনার্স ক্লাবকে তার অংশীদারীত্বের ব্যাপারে সচেতন করেছে।E obrigado à Diners Club International por tomar esta decisão importante para proteger mulheres e garotas da exploração.
23তাদের অন্যতম ফ্রান্চাইজি যারা মেইল অর্ডার ব্রাইড (পাত্রীর ছবি দেখিয়ে বিয়ের জন্য পাত্রী) সরবরাহ করত - এই অংশীদারদের ব্যাপারে তারা সচেতন হয়েছে।
24আপনারা মেয়ে পাচার এবং তাদের বাজে কাজে ব্যবহার যা মেইল অর্ডার পাত্রীর মাধ্যমে যা ঘটত তা বন্ধ করার ক্ষেত্রে এক গুরুত্বপুর্ন অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করেছেন।
25আপনারা যে একটা আর্ন্তজাতিক কোম্পানী মেয়েদের বস্তুর মতো ব্যবহার করে বা তাদের পিছনে অর্থ বিনিয়োগ করে সেই এই বিষয়টি মেনে নিতে অস্বীকার করেছেন।
26এটা সেই সমস্ত দুর্লভ গুরুত্বপুর্ন মুহুর্তের অন্যতম যখন আপনি দেখতে পাচ্ছেন আপনার কাজের কারনে কি ধরনের গুরুত্বপুর্ণ পরিবর্তন এসেছে এবং আপনি পৃথিবীতে কি ধরনের পরিবর্তন এনেছেন।
27বিষয়টি ডাইনার্স ক্লাবের প্রতি মনোযোগ আকর্ষন করানোর জন্য অপানাকে ধন্যবাদ।
28এবং ডাইনার্স ক্লাব আপনাকেও ধন্যবাদ এই গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেবার জন্য, মহিলা এবং কিশোরীদের নির্যাতনের হাত থেক রক্ষার জন্য, নিরপত্তা প্রদানের জন্য।
29আমরা যে পরিবর্তন দেখতে চাই একসাথে আমরা তা করে দেখাতে পারি।Juntos, nós somos a mudança que desejamos ver.
30গত এপ্রিল মাসে গ্লোবাল ভয়েসেসে একটি পোস্ট প্রকাশিত হয় যা সিঙ্গাপুরের আলভিনোলজি লিখেছিলেন ভিয়েতনামের মেল অর্ডার ব্রাইড নিয়ে টিভি চ্যানেল আল জাজিরার একটি তথ্যচিত্র সমন্ধে।Em abril, Global Voices vinculou uma publicação [en] feita por Alvinology [en] em Singapura, sobre um filme da Al Jazeera a respeito das noivas por encomenda.
31এই ডকুমেন্টারিটি ভিয়েতনামের দুটি মেয়ের গল্প বলছিল যারা সিঙ্গাপুরে নতুন জীবনের সন্ধানে এসেছিল।O filme conta a história de duas garotas que vão a Singapura em busca de uma nova vida.
32আলভিনোলজি বিস্মিত কেন মানুষ বিদেশী পাত্রী খোঁজে, যেখানে সিঙ্গাপুরেই পুরুষ এবং নারী রয়েছে।Alvinology indaga por quê homens procuram noivas estrangeiras quando se tem homens e mulheres em Singapura.
33তিনি লিখছেন:Ele escreve:
34ভিডিওতে দেখা যাচ্ছে, ১০,০০০ সিঙ্গাপুরী ডলার মুল্যে এলাকাতে সেই মুহুর্তে একেবারে ঘটনাস্থলেই পাত্রী কেনা যাবে।
35ডানে যে মেয়েটি সে সময় তার বয়স ছিল মাত্র ১৮ বছর। তাকে ৩৫ বছর বয়স্ক এক সিঙ্গাপুরী পাত্রের কাছে বিক্রি মানে বিয়ে দেওয়া হয়।O que ainda mais humilhante, as garotas tiveram que ir a uma clínica em Singapura para pegar um certificado verificando sua virgindade antes que pudessem ser vendidas.
36ভদ্রলোক তার মায়ের সাথে এক ঘটকালি প্রতিষ্ঠানে সাথে গিয়েছিল, যাতে তারা উভয়েই একসাথে পাত্রী পছন্দ করতে পারে।
37সবচেয়ে যেটা অপমানজনক, মেয়েটিকে একটি স্থানীয় ক্লিনিকে হাজির হতে হয় যাতে সে নিজেকে কুমারী বলে প্রমানপত্র নিতে পারে এবং বিক্রি হবার আগে তার কুমারীত্ব প্রমান করতে পারে।
38ভিয়েতনামী মেয়ে এবং সিঙ্গাপুরের পুরুষ উভয়ই এ ধরনের বিয়ে করতে যাচ্ছে যারা প্রাপ্তবয়স্ক ও স্বাধীন। আমি বিস্মিত এ ধরনের জুটি সত্যিকারে সুখী জীবন যাপন করতে পারে কিনা।Apesar de que ambas as garotas vietnamitas e os homens que as compraram fossem adultos e consentissem com o casamento, fico imaginando quantos casais tem um fim verdadeiramente feliz.