Sentence alignment for gv-ben-20100919-12835.xml (html) - gv-por-20101010-11948.xml (html)

#benpor
1কানাডা: আদিবাসী নারীদের অন্তর্ধানCanadá: O “desaparecimento” de mulheres indígenas
2এবছর ফেব্রুয়ারির ১৯ তারিখে ১৯তম বার্ষিক হারিয়ে যাওয়া নারীদের জন্যে মিছিলMulheres Canadenses na 19° Marcha Anual do Memorial das Mulheres Desaparecidas em Fevereiro de 2010
3প্রতি বছর ৩০শে আগস্ট গায়েব হয়ে যাওয়া মানুষের জন্য আর্ন্তজাতিক দিবস হিসাবে পালিত হয়। এ বছর কানাডা থেকে সংবাদ এসেছে যে প্রায় ৬০০ জন উপজাতি নারী হারিয়ে গেছেন গত তিন দশকে যা কানাডার ব্লগ জগতেও ব্যাপক আলোচিত হয়েছে।Agosto marcou o Dia Internacional dos Desaparecidos e as notícias vindas do Canadá que afirmam que por volta de 600 mulheres indígenas desapareceram nas últimas três décadas espalhou-se um pouco por todo o lado e pela blogoesfera canadense.
4মানবাধিকার কর্মীরা দাবি করেছেন যে কানাডার কর্তৃপক্ষ এদের খোঁজার ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেননি।Os activistas dos direitos humanos afirmam que o governo fez muito pouco em relação aos desaparecimentos.
5ধারণা করা হচ্ছে এদের মধ্যে বেশীরভাগ নারীকে হত্যা করা হয়েছে।Supõe-se que tenham sido assassinadas inúmeras mulheres.
6এমনও সন্দেহ করা হচ্ছে যে বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার কেউ কেউ হতে পারেন।Existem igualmente suspeitas de que algumas possam ter sido vítimas de mortes extra-judiciais .
7বর্ণবাদী একটি সিস্টেম?Um sistema racista?
8আমেরিকান ব্লগার কেরা লোভেল অবাক হয়েছেন কানাডার উপজাতি নারীর গায়েব হওয়ার এই উচ্চ হার সম্পর্কে জানতে পেরে:A bloguer americana Kera Lovell ficou surpreendida ao ter conhecimento das altas taxas de mulheres indígenas desaparecidas no Canadá.
9সবাই কানাডাকে ভালোবাসে, তাই নাকি?Toda a gente ama o Canadá, eh?
10কানাডা সম্পর্কে আমেরিকার কেউ বেশী কিছু বলতে পারেন না এটা ছাড়া যে: এখানে দুটি অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে, কিউবেকে ফ্রেঞ্চ বলে, আর এই দেশ তাদের বরফের সুরা, আইস হকি আর সিরাপের জন্য পরিচিত।E ninguém pode dar nenhum detalhe específico sobre o Canadá sem ser: o país recebeu dois campeonatos Olímpicos, no Quebeque fala-se francês, e o país é conhecido pelo vinho, hóquei e xarope.
11আর মাইকেল মুর এখান থেকে এসেছেন।E o Michael Moore é canadense.
12কিন্তু তাদের অন্যান্য সমস্যার ব্যাপারে কতটুকু জানে?Mas e os problemas?
13নিশ্চিত থাকেন যে কানাডায় জাতিগত, শ্রেণীগত, লিঙ্গীয় ইত্যাদি নানা ধরণের সমস্যা রয়েছে, কিন্তু আপনি কখনো কানাডার কথা শোনেন না বা শুনতে চান না, তাই ওখানে সবকিছুই দারুণ হওয়ার কথা।O Canadá lida seguramente com problemas similares de raça, classes, gênero, etc, mas nunca se ouve falar no Canadá, portanto a vida lá deve ser fantástica.
14ঠিক?Certo?
15আমি সম্প্রতি রেসিয়ালিসাস এ পোস্ট করা র‍্যাবল সংবাদ প্রতিবেদন থেকে জানতে পেরেছি যে গত ২৫ বছর ধরে কানাডাতে হারিয়ে যাওয়া বা গায়েব হয়ে যাওয়া উপজাতি নারীর সংখ্যা প্রায় ৬০০ জনে দাড়িয়েছে, আর এর অর্ধেক অন্তর্ধান হয়েছে ২০০০ সালের পর থেকে।Soube recentemente através do artigo da Rabble publicado no Racialicious que o Canadá tem uma taxa elevada de desaparecimentos e assassinatos de mulheres indígenas, num total de cerca de 600 mulheres nos últimos 25 anos e metade desde o ano 2000.
16এইসব হত্যাকান্ডের রহস্যের অর্ধেকের বেশী এখনো সমাধান হয়নি।E de mais de metade destes assassinatos ficaram por resolver.
17কি ভয়ঙ্কর!Que m*?
18আদিবাসী আমেরিকান পত্রিকা ইন্ডিয়ান কান্ট্রি টুডে চার পর্বের একটি সিরিজ প্রকাশ করছে গায়েব হয়ে যাওয়া নারীদের ব্যাপারে।O jornal indígena americano Indian Country Today está a publicar uma série de quatro capítulos sobre mulheres desaparecidas.
19গত ২৫শে আগস্ট প্রকাশিত ৪র্থ পর্বে কানাডার উপজাতিদের প্রতি সরকারের নীতির কথা আলোচনা করা হয়েছে বিশেষ করে তাদের গায়েব হওয়ার ব্যাপারে সাথে সম্পর্কিত বিষয়ে।A parte 4, publicada a 25 de Agosto, discute sobre a política canadiana tendo em vista a população indígena com relação aos desaparecimentos.
20পোস্টের মন্তব্যের স্থানে এন ওয়াই ইন্ডিয়ান গার্ল লিখেছেন:A NY Indian Girl deixa um comentário ao texto:
21সিস্টেমকে দোষ দিতে হবে।Deve-se culpar o SISTEMA.
22কানাডা, আমেরিকা ইত্যাদি দেশের উপজাতিদের মনে এই ধারণা প্রতিষ্ঠিত করা হয়েছে। এই সিস্টেমের ধারণা মানসিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে যেখানে কোন ব্যক্তিগত মূল্য নেই, জোর করে সমাজে মেশার চেষ্টা, জোর করে বাড়ি থেকে সরিয়ে নেয়া ইত্যাদি অনুভব হয় তাদের মনে।Esse sistema foi plantado na mente dos indígenas do Canadá, Estados Unidos, etc. O sistema tornou-se uma mentalidade sem valor, assimilação forçada, remoção forçada de terras nativas, etc. Assim como os escravos tinham uma mentalidade sistémica absorvida à força, o mesmo se passa com TODOS os indígenas.
23ঠিক যেভাবে দাসদের মধ্যে একটা ধারণা প্রতিষ্ঠা করা হতো, একই জিনিষ সকল আদিবাসীর সাথে করা হয়েছিল।
24যখন আপনার মানুষকে তাদের ভূমির জন্য বিদেশী কেউ হত্যা করে আর তার পরে সেই জাতির চিন্তা আর জীবনযাপনে অভ্যস্ত হতে তাদের বাধ্য করা হয়, এটি আপনাকে মানসিক ভাবে ভেঙ্গে ফেলে আর ফলে অত্যাচারীর সুযোগ হয় আপনাকে বিজিত করার আর ফলে আপনাকে দাবিয়ে রাখা সম্ভব হয়।Quando as vossas pessoas são assassinadas por causa das próprias terras por uma nação estrangeira e depois forçadas a seguir o processo de pensamento e estilo de vida dessa nação, a tua pessoa acaba por vergar dando ao opressor os instrumentos necessários para manter-te submisso.
25এইসব লোকদের কেউ জিজ্ঞেস করে নি যে তাদের সাথে কি হচ্ছে।Nenhuma destas pessoas pediu o que se abateu sobre as suas cabeças.
26আর একবার যখন এই প্রক্রিয়া শুরু হয়েছে, এটা ভাঙ্গা কঠিন হয়ে পড়ে।E uma vez iniciado o círculo, tem sido difícil quebrá-lo.
27তাই তাদের উপরে দোষ দেয়া উচিৎ নয় যারা চাননি তাদের সাথে এমন হোক, তাদের দোষ দেন যারা তাদের সমস্ত কিছু কেড়ে নিয়ে এমন জীবন ধারণে বাধ্য করিয়েছেন যা তাদের না।Por isso não coloquem a culpa nos que não pediram esta situação, culpem aqueles que lhes roubaram e forçaram a tirar vidas que não lhes pertenciam ou pertencem.
28আমার পূর্বপুরুষেরা দাস আর আদিবাসী আমেরিকান, তাই আমি দুই দিকই দেখি। গল্পটির জন্য ধন্যবাদ।Descendo de escravos e de indígenas americanos, por isso vejo ambos os lados.
29মিডিয়ার ভূমিকাObrigada pela história.
30ব্লগার প্যাট্রিসিয়া সিটিজেন শিফটের জন্য লেখেন।O papel dos meios de comunicação
31তিনি নারীদের প্রতি অত্যাচার নিয়ে মন্ট্রিয়ালের এক ওয়ার্কশপ নিয়ে রিপোর্ট করেছেন, আর তাদের গায়েব হওয়ার ব্যাপারে মিডিয়ার ভূমিকা নিয়ে লিখেছেন:A blogueira Patricia, que escreve para o Citizen Shift a elaborar relatórios sobre um workshop em Montreal de violência contra mulheres, escreve sobre o papel dos meios de comunicação nos desaparecimentos:
32কানাডাতে হারিয়ে যাওয়া নারীর প্রায় ৫২০টি কেস রিপোর্ট করা হয়েছে।Existem 520 casos declarados de mulheres indígenas desaparecidas no Canadá.
33রবার্টসন বলেছেন যে ভয়ের ব্যাপার হলো যে মিডিয়া আর পুলিশ এই ব্যাপারটি স্বীকার করতে চাননা।O que é tão alarmante nisto tudo, afirma Robertson, é a forma como a polícia e os meios de comunicação falham em noticiar isto.
34“আদিবাসী পরিবার জানেন না কার কাছে যেতে হবে।”“As famílias indígenas não sabem a quem recorrer.”
35রবার্টসন ২০০৬ সালে কুইবেক থেকে গায়েব হওয়া ৩ জন উপজাতীয় তরুণীর ভয়ঙ্কর উদাহরণ দিয়েছেন।Robertson usou um exemplo terrível de três jovens indígenas que desapareceram em 2006 no Quebeque.
36একই সময়ে চিড়িয়াখানা থেকে সিংহের একটি বাচ্চা হারিয়ে যায়।Por volta da mesma época desapareceu um filhote de leão de um zoológico.
37এটার অনেক প্রচার হয় কিন্তু নারীদের কথাটা না।Este caso teve imensa cobertura mas o desaparecimento das mulheres não.
38পুলিশ হস্তক্ষেপ করতে চায়নি কারণ রিজার্ভ ফেডারেল শাসনের মধ্যে পড়ে আর এই তরুণীরা রিজার্ভে বাস করছিলেন।A polícia não quis interferir porque as reservas estão sob jurisdição federal e estas jovens eram das reservas.
39এই গল্পের দু:খজনক সমাপ্তি ঘটে যখন খানাওয়াকের টিফানি মরিসনের মৃতদেহ পাওয়া যায় এই গ্রীষ্মে মার্সিয়ের সেতুর কাছে।A história teve um fim trágico quando o corpo de Tiffany Morrison de Kahnawake foi descoberto este verão perto da ponte Mercier.
40ত্রিশা বাপ্তি শি লাভস ম্যাগাজিনের জন্য লিখেছেন আর জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার উপজাতি নারীদের কষ্টের প্রতি বাড়তি মনোযোগ দেয়ার ব্যপারে:Trisha Baptie, ao escrever para a She Loves Magazine, chama a atenção do público para prestar igual atenção à condição das mulheres indígenas canadianas:
41গত সপ্তাহে আমার ফেসবুক ফিড দুটি জিনিষের লাগাতার স্ট্রীমে পরিণত হয়েছে: একজন সাদা, ৩০ বছর বয়সী, লম্বা (খুব লম্বা আসলে) লোকের যার জুতার সাইজ ১৬। টাইলার নামে এই ব্যক্তি পাহাড়ে চড়ার জন্যে বের হয়ে যায় দুই সপ্তাহ আগে তারপর থেকে তার ব্যাপারে কিছু শোনা যায়নি।Desde há duas semanas que recebo constantemente no meu Facebook duas mensagens: uma é de um homem branco, nos seus 30 e tal anos (muito alto, na verdade) chamado Tyler que saiu para uma caminhada há duas semanas e nunca mais foi visto desde então.
42টাইলার খুব ভাল মানুষ।O Tyler é ótimo.
43আমাদের অনেকের বন্ধু তিনি, তিনি একজন অভিজ্ঞ হাইকার আর আমি আশা করি তাকে দ্রুত পাওয়া যাবে…Temos vários amigos em comum; ele é profissional em caminhadas e espero e acredito que será encontrado em breve…
44…সত্যি বলতে কানাডা ব্যাপী শত শত হারিয়ে যাওয়া মানুষ আছে-বেশীরভাগ উপজাতীয় নারী।…Verdade seja dita, existem centenas de desaparecimentos - maioritariamente aborígenes - de mulheres por todo o Canadá.
45এই দুই গল্পতে পার্থক্য হলো যে টাইলারের জন্য অনেক খরচ করা হচ্ছে।A diferença nestas duas histórias é que não se olham a gastos na procura do Tyler.
46আসলে টাইলারের জন্য অর্থ সংগ্রহের ব্যাবস্থা করা হচ্ছে, কিন্তু আমার বোনদের খোঁজার জন্য কিছু করা হচ্ছে না।Aliás, existem angariações de fundos para encontrar o Tyler, e no entanto ninguém faz nada para encontrar as minhas irmãs.
47উপজাতি নারী একশন নেটওয়ার্কের (আওয়ান) সদস্য লরা হল্যান্ডের কথা অনুসারে: “আমার বোন, আমার নিখুঁত বোনদের নিখুঁত শিকার বা সাক্ষী হিসাবে ধরা হয়নি ভ্যাঙ্কুভারের আইনজীবী বা পুলিশের জন্য।”Nas palavras de Laura Holland, membro da Rede de Acção das Mulheres Aborígenes (RAMA): “As minhas irmãs, as minhas irmãs perfeitas não foram consideradas vítimas perfeitas o suficiente para o Ministério Público e para a polícia de Vancouver.”
48আর এখানেই সমস্যার মূল নিহিত।E é aqui que reside o problema.
49বোঝেন যে এটা কঠিন ব্যাপার।Há que compreender que este tema é difícil de abordar.
50বোঝেন যে আমি চাই যাতে টাইলারকে পাওয়া যায়।Percebam que quero que o Tyler seja encontrado.
51আমি প্রার্থনা করি যাতে সে নিরাপদ থাকে।Rezo para que esteja em segurança .
52তাকে খোঁজার জন্য আমি চাই হেলিকপ্টার, ইনফ্রারেড ক্যামেরা, উদ্ধারকারী দল সব যেন ব্যবহার করা হয়।Quero helicópteros, câmaras de infra-vermelhos, equipes de resgate e tudo o que possa ser usado para encontrá-lo.
53আমার প্রশ্ন হচ্ছে যে সমাজ একই কাজ কেন করছে না হারিয়ে যাওয়া নারীদের জন্য?Mas a minha questão é, porque é que a sociedade nada faz pelas mulheres que desaparecem por este país fora?
54কেন ‘অস্থায়ী জীবনধারণ' ‘আসক্তির ব্যাপার' ‘গৃহহীন' আর যৌনকর্মী নারীর' কথা বলে তাদের আমরা ত্যাগ করি?Porque é que em nome de um “estilo de vida instável”, “problemas de adição”, “sem teto” e “mulheres prostitutas” havemos de abandoná-las?
55কেন সমাজে তাদের এক ঘরে করে রাখাটাকেই পুঁজি করে আমরা সব কিছু দিয়ে তাদের খুঁজি না। ঈশ্বরের ইচ্ছা দিয়ে?Porque é que ao marginalizá-las, a sociedade encontra uma desculpa para não procurar por elas com todo o coração?
56তিনি কি দলছুট একটা ভেঁড়াকে খুজে বের করেননি?Com o próprio coração de Deus?
57যিশুর কথা, ভালোবাসা কি এর মধ্যে পড়ে না?Não procurou ele a única ovelha que fugiu do rebanho?
58ছবি তুলেছেন নোফিউচারফেইস এবং ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন ২.A mensagem de Jesus não é levar para casa a mensagem do amor?
59০ জেনেরিক লাইসেন্সের সৌজন্যেFoto por nofutureface sob licença da Creative Commons Attribution 2.0 Generic