Sentence alignment for gv-ben-20090407-2211.xml (html) - gv-por-20090407-2671.xml (html)

#benpor
1কলম্বিয়া: জাতীয় পুলিশ বাহিনী তাদের কাজ ইউটিউবে তুলে ধরছে
2কলম্বিয়ার পুলিশ বাহিনী একটি নতুন পরিকল্পনা তৈরী করেছে।Colombia: Polícia Nacional cria um Canal no YouTube
3সেখানে তারা কিভাবে নিজেদের ভেতরে কাজ করে, তার কিছু উদাহরণ ইউটিউব চ্যানেলে তুলে ধরেছে। তারা যে সমস্ত নতুন প্রযুক্তি প্রয়োগ করছে সেগুলো এই সমস্ত ভিডিওতে দেখা যাচ্ছে।A Força Policial Colombiana tem uma nova estratégia para partilhar os meandros internos de seu trabalho: Um canal no YouTube onde são disponibilizados vídeos que mostram as novas tecnologias que estão sendo empregadas [Es], vídeos de cidadãos agradecendo pelo trabalho realizado pela polícia, novas campanhas de segurança pública e imagens de policiais em ação.
4নাগরিকদের সাহায্য করার জন্য তাদের পুলিশকে ধন্যবাদ জানানো, পুলিশের নতুন প্রচারণা ও যখন তারা অভিযানে থাকে সেই সময়কার গোলাগুলির দৃশ্য এই সমস্ত ভিডিওতে তুলে ধরা হয়েছে।No vídeo a seguir, eles mostram uma estrangeira agradecendo à polícia pela pronta assistência recebida por ela na ocasião em que foi assaltada no centro de Medellín:
5নীচের ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বিদেশী পুলিশকে ধন্যবাদ দিচ্ছে।Neste outro vídeo, eles entrevistam uma franco-atiradora da Força Policial da Colômbia:
6যখন মেডেলিনের শহরতলীতে তার জিনিষপত্র ছিনতাই হচ্ছিল, ঠিক তখনই সময়মতো পুলিশ এসে হাজির হয়।
7এর পরের ভিডিওতে রয়েছে কলম্বিয়ার একমাত্র মহিলা স্নাইপার (লক্ষ্যভেদী বন্দুক চালক) এর সাক্ষাৎকার:Eles tem até este vídeo, onde o cantor colombiano ganhador de prêmios internacionais Juanes faz um agradecimento à polícia antes de cantar a cappella para os membros da força.
8এমনকি তাদের কাছে সেই দৃশ্য রয়েছে, যেখানে কলম্বিয়ার আর্ন্তজাতিক পুরস্কার পাওয়া গায়ক জুয়ানেস পুলিশ সদস্যসের উৎসর্গ করে গাওয়া গান, ‘এ কাপ্পেলা' গাওয়ার আগে পুলিশকে ধন্যবাদ দিচ্ছে।
9শেষ এই ভিডিওটিতে মেডেলিন শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডেভলাপমেন্ট ব্যাংকের সম্মেলন অনুষ্ঠানের সময় যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল তার বর্ণনা রয়েছে।Neste último vídeo, eles fazem um relatório das medidas de segurança tomadas durante a Assembléia do Banco Interamericano de Desenvolvimento (BID) realizada na cidade de Medellín, onde helicópteros foram usados para sobrevoar a cidade dando apoio às operações em terra.
10সে সময় শহরের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে শহরের উপরে হেলিকাপ্টার উড়ছিল যাতে শহরটির অনেক পরিচিত চেনা এলাকাকে উপর থেকে দেখা যায় ।O vídeo mostra uma visão aérea da cidade onde aparecem alguns dos cartões postais mais conhecidos de Medelín.