# | ben | por |
---|
1 | প্রাক্তন এক গেরিলা নেতা এখন এল সালভাদর শাসন করবেন, তিনি কি খুনোখুনি বন্ধ করতে পারবেন? | Um ex-guerrilheiro agora está no comando de El Salvador. Será que ele consegue parar a matança? |
2 | ১ জুন, ২০১৪ তারিখে রাষ্ট্রপতি সালভাদর সানচেজ সেরেন শপথ গ্রহণ করেন। | Tomada de posse do Presidente Salvador Sánchez Cerén a 1 de Junho de 2014 em San Salvador. |
3 | ছবি জেইমে স্টার্ক-এর। | Fotografia de Jamie Stark |
4 | রোববার এক গোছানো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সালভাদর সানচেজ সেরেনকে রাষ্ট্রপতির উত্তরীয় পড়ানো হয়। | Salvador Sánchez Cerén vestiu a faixa presidencial dia primeiro de junho numa modesta cerimônia de investidura. |
5 | রাষ্ট্রপতির দলের প্রতি যারা অনুগত, তারা তাকে প্রোফে [প্রফেসর-এর সংক্ষিপ্ত রূপ] বলে ডাকে, অন্যদিকে সংবাদ মাধ্যম গতানুগতিক ভাবে তাকে “প্রাক্তন মার্ক্সপন্থী গেরিলা কামান্ডার হিসেবে” অভিহিত করে থাকে। | Os seus partidários chamam-lhe “profe” [abreviatura de “profesor”, professor em Espanhol] em homenagem às suas origens de professor, enquanto a imprensa vulgarmente se lhe refere como “antigo líder da guerrilha marxista”. |
6 | তবে এই মূহুর্তে খুব কম লোকই তার রাজনৈতিক অতীত নিয়ে উদ্বিগ্ন, তবে মধ্য আমেরিকার ক্ষুদ্র এই দেশ, যেখানে ৬০ লক্ষ নাগরিকের বাস, সেখানে সাম্প্রতিক সপ্তাহের প্রতিটি দিন খুনের সংখ্যা দ্বিগুণে পরিণত হচ্ছে। | Mas atualmente poucos estão preocupados com os seus fantasmas políticos. Nas últimas semanas, a taxa de homicídios tem atingido diariamente os dois dígitos nesta pequena república de seis milhões de pessoas na América Central. |
7 | এল সালভাদরের ক্ষমতাশালী গুণ্ডাদের দল, এমএস১৩ এবং বারিও ১৮ দুই বছর আগে সরকারের সাথে তাদের গোপনে করা চুক্তি ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছে, সম্ভবত সদ্য হওয়া রাষ্ট্রপতির উপর নতুন করে চাপ তৈরী যাতে না হয়, তার জন্য এই অভিযোগ। | As poderosas gangues de El Salvador MS13 e Barrio 18 [en] são acusadas de violar o armistício discretamente assinado há dois anos com o governo, possivelmente no sentido de pressionar o recém-eleito presidente para novas concessões. |
8 | রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত সেরেন উত্তরাধিকার সুত্রে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জাতিকে পাচ্ছে, দেশটিতে এমন এক পরিস্থিতি বিদ্যমান, দারিদ্র্যের কারণে যা ক্রমশ জটিল আকার ধারণ করেছে। | O presidente eleito de El Salvador Salvador Sánchez Cerén herda uma das nações mais perigosas do mundo, situação agravada pela miséria. |
9 | এল সালভাদরের এক তৃতীয়াংশ নাগরিক স্থানীয় দারিদ্র্য সীমার নীচে বাস করে। | Mais de um terço dos salvadorenhos vive abaixo do limiar da pobreza. |
10 | মোট জনসংখ্যার প্রায় বাকী এক তৃতীয়াংশ অভিবাসী শ্রমিক এবং তারা যে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে তা সালভাদরের মূল অর্থনীতির ১৬ শতাংশ। | Aproximadamente outro terço emigrou e o dinheiro que enviam para El Salvador contribui em 16 por cento para a economia do país. |
11 | কিন্তু যখন থেকে নতুন সরকার তার কাজ শুরু করবে, তখন নাগরিকরা জানতে চাইবে সদা হাস্য এবং পিতৃসম সেরেন কি হানাহানি বন্ধ করতে পারবে। | Porém, com a chegada de um novo governo, as pessoas querem saber se o sorridente e bonachão Cerén consegue pôr termo à chacina. |
12 | গেরিলা নেতা সেরেনের জন্য প্রথাগত যুদ্ধে শত্রুকে চেনা অনেক সহজ ছিল। | Possivelmente terá sido mais fácil para Cerén conhecer o inimigo quando liderava rebeldes numa guerra mais tradicional. |
13 | | Como é habitual no início de um novo capítulo político, a nação pareceu parar no dia 1 de junho para uma celebração patriótica, com especial ênfase na procura de El Salvador por relações externas mais fortes. |
14 | যুক্তরাষ্ট্রের যেখানে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমেরিকার পতাকা উড়ানো হয়, এবং ২১ বার বন্দুকের গুলি ছুড়ে অভিবাদন জানানো হয়, তার সাথে তুলনা করে এল সালভাদরে শপথ অনুষ্ঠান উপস্থিত রাষ্ট্রপ্রধান এবং সরকারের প্রাধান্য দিয়ে শপথ অনুষ্ঠানে পতাকা উড়ানো হয় (সাথে ২১ বার বন্দুকের গুলি ছুড়ে অভিবাদন জানানো হয়)। | Comparativamente com o dia de tomada de posse no Estados Unidos em que tudo gira em torno de bandeiras Americanas e salvas de 21 tiros, em El Salvador a cerimonia de investidura dá principal destaque às bandeiras dos chefes de estado presentes e do governo, assim como uma salva de 21 tiros. |
15 | অন্তর্জাতিক প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিতদের মধ্যে বেশীর ভাগই ছিল প্রতিবেশী ল্যাটিন আমেরিকার রাষ্ট্রপ্রধানরা। | Os presidentes latino-americanos de países próximos constituíam o grosso das delegações internacionais. |
16 | বলিভিয়ার রাষ্ট্রপ্রধান এভো মোরালেস-এর সাথে ইকুয়েডোরের খোলামেলা এবং কখনো কখনো বিতর্কিত নেতা রাফায়েল কোরেয়া, পরিচিতি পর্বে সবচেয়ে জোরালো করতালি লাভ করে। | Rafael Correa, o frontal e por vezes controverso líder do Equador, recebeu um dos mais ruidosos aplausos durante as apresentações, tal como o presidente boliviano Evo Morales. |
17 | কোরেয়া নির্মম ভাবে নিহত হওয়া ক্যাথলিক বিশপ অস্কার রোমেরো কথা উল্লেখ করেন, যিনি এল সালভাদর এবং ল্যাটিন আমেরিকার বামপন্থীদের কাছে এক বীর হিসেবে বিবেচিত হন। | Correa fez menção ao bispo católico Oscar Romero, que foi assassinado e é um herói da esquerda em El Salvador e a em grande parte da América Latina. |
18 | আমরা আবার এল সালভাদরে ফিরে আসি, যেখানে আরো একবার এফএমএলএন সরকার গঠিত হল। | Voltámos de El Salvador, que tem novamente um governo da FMLN. |
19 | রাষ্ট্রপতি সালভাদর সানচেজ-এর সৌভাগ্য এবং রোমেরোর মনস-এর বীর নাগরিকদের সৌভাগ্য কামনা করছি। | Muita sorte para o Presidente Salvador Sánchez e para o heróico povo de Mons. Romero. |
20 | দেশের নাগরিকরা টুইটারে মন্তব্য করা শুরু করেছ, পাশাপাশি উল্লেখ করছে যে নতুন রাষ্ট্রপতি নির্দলীয় ভিত্তিতে আলোচনা চালানোর ক্ষেত্রে তার উত্তরসূরিদের চেয়ে বেশী আশার সঞ্চার করেছেন। | Também no Twitter surgiram comentários nacionais destacando que o novo presidente tem transmitido mais esperança no diálogo apartidário do que o seu antecessor. |
21 | বিরোধী দলের অনেকে বিদায়ী রাষ্ট্রপতি মোউরিচিয় ফুয়েনস বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণের অভিযোগ এনেছিলেন। | Vários membros do partido da oposição acusaram o extrovertido presidente Mauricio Funes de adotar um estilo de comunicação pouco diplomático. |
22 | রাজধানী সান সালভাদর-এর কংগ্রেস সদস্য এনরিকে ভালদেস টুইট করেছে-: | Enrique Valdés, membro do Congresso e conservador da capital San Salvador, twittou: |
23 | এটা উত্তম যে সানচেজ সেরেন [অসুস্থ্য] আলোচনা এবং বোঝাপড়ার কথা বলছে। | É positivo que Sánchez Ceren [sic] fale de diálogo e entendimento. |
24 | এটা ফুনেস-এর ঔদ্ধত্যের ইতি ঘটাবে। | Isso rompe com a prepotência de Funes. |
25 | সোশ্যাল মিডিয়া ধারাভাষ্য যতই রাজনীতিকরণ করা হোক না কেন, তবে বেশীরভাগ পোস্ট দুটি বিষয় উল্লেখ না করে পারেনি, নতুন রাষ্ট্রপতি এক সময় গেরিলা দলের নেতা ছিলেন, এবং এল সালভাদরের রাষ্ট্রপ্রধান হিসেবে তার প্রধান সমস্যা হচ্ছে সহিংস অপরাধ মোকাবেলা করা। | Independentemente da politização dos comentários nas redes sociais, a maioria das publicações não consegue desviar-se de dois pontos: o novo presidente foi em tempos líder de uma guerrilha rebelde e o crime violento é o seu principal problema enquanto presidente de El Salvador. |
26 | প্রাক্তন গেরিলা নেতা সানচেজ# সেরেন এল সালভাদরের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। | O ex-comandante de guerrilha Sánchez #Cerén assume a Presidência de El Salvador. |