Sentence alignment for gv-ben-20110608-17903.xml (html) - gv-por-20110616-21200.xml (html)

#benpor
1ম্যাসিডোনিয়াঃ পুলিশের বিরুদ্ধে এক তরুণকে হত্যার অভিযোগ দেশটিতে বিক্ষোভের সৃষ্টি করেছেMacedônia: Suposto Assassinato de Jovem pela Polícia Inicia Protestos
2আজ রাতে উল্লেখযোগ্য পরিমাণ একদল ব্যক্তি স্কোপজার কেন্দ্রে জড়ো হয়েছিল এক তরুণের মৃত্যুর ঘটনার প্রতিবাদে। অভিযোগ রয়েছে যে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন সাম্প্রতিক নির্বাচনে জয়ের উৎসব উদযাপন করছিল তখন তার পাশে এই মানুষটিকে আঘাত করে মেরে ফেলা হয়।Uma multidão se formou no centro de Skopje nesta noite para protestar pela morte de um jovem que fora supostmente espancado até a morte durante as celebrações da vitória nas eleições do partido político de situação.
3ঘটনাক্রমে বাস্কারফেস্ট নামক উৎসবের সময় এই ঘটনা ঘটলো। বাস্কারফেস্ট হচ্ছে স্কোপজার কেন্দ্রস্থলে অনুষ্ঠিত বার্ষিক রাস্তার শিল্পকলা প্রদর্শনী।O evento conicidiu com a Baskerfest [mk], um festival anual de performances de rua que ocorre no centro de Skopje [en].
4রেডিও এমওএফ এই ঘটনার যে সংবাদ প্রদান করেছে [ম্যাসিডোনিয়ান ভাষায়] ভনুকট তা অনুবাদ করেছে:Vnukot forneceu uma tradução [en] desta report [mk] da Radio MOF:
5নেটপ্রেস, এ১, প্লাসইনফো, মেকফ্যাক্স এবং ফোরামের সংবাদ অনুসারে গতকাল ৬ জুন, ২০১১,-এর ঠিক মধ্যরাতে, এক ২০ বছরের তরুণ, [যার নাম ড্যানিয়েল], স্কোপজার কেন্দ্রস্থলে ম্যাসিডোনিয়া নামক স্কোয়ারে নিহত হয়।De acordo com relatos de NetPress, A1, PlusInfo, MakFax e Forum, por volta da meia-noite de ontem, 6 de junho de 2011, um jovem [chamado Daniel], com aproximadamente 20 anos de idade, morreu próximo à praça “Macedonia”, no centro de Skopje.
6যে সমস্ত প্রত্যক্ষ্যদর্শী নেটপ্রেস এবং এ১-এর সাথে কথা বলেছে, তারা বলছে যে আলফা নামের এক বিশেষ পুলিশ দল তাকে মারতে মারতে মৃত্যুর মুখে ঠেলে দেয়।Testemunhas que conversaram com a NetPress e A1 dizem que o jovem foi espancado até a morte por um membro das forças especiais da polícia, a “Alpha”.
7স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন যে এ রকম ঘটনার কোন সংবাদ তাদের কাছে এখনো আসেনি এবং যদি এ রকম কোন ঘটনার সংবাদ আসে তাহলে তারা আরো তদন্ত করবে।O porta-voz do Ministério de Assuntos Interiores disse que o caso não fora reportado ainda e que eles o investigariam assim que houvesse o reporte.
8স্কোপজার পুলিশ বিভাগ বলছে যে ময়ন তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে তার মৃত্যুর কারণ, কিন্তু এই তরুণের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।A divisão da “Alpha” em Skopje disse que a autópsia determinará a causa da morte, mas não há sinais visíceis de violência no corpo do jovem.
9যতদুর দেখা যাচ্ছে, মূল ধারার প্রচার মাধ্যম এই ঘটনাকে উপেক্ষা করেছে। ( এর মধ্যে এ১ ব্যতিক্রম), কিন্তু ফেসবুক এবং টুইটার এবং ফেসবুকের মাধ্যমে এই সংবাদে দ্রুত ছড়িয়ে পড়ে (হ্যাশট্যাগ #ড্যানিয়েল, #ফোনটানা, #পার্ক) এবং প্লাসইনফোতে এই ঘটনা প্রকাশিত হলে তার প্রতিবাদে লোকজন সিটি পার্ক নামক উদ্যানে জড়ো হয়।A grande mídia ignorou o caso até então (com a exceção da A1), mas as notícias se espalharam rapidamente via Facebook e Twitter (usando as hashtags #daniel, #fontana, #park) e pelas pessoas se reunindo no Parque da Cidade para um protesto, após o chamado da PlusInfo.
10২৩ বছরের #ড্যানিয়েলকে খুন করার ঘটনায় জড়ো হওয়া ২০০ জন লোক (যারা) এর প্রতিবাদে জড়ো হয়েছিল, সান্ড্রা তাদের এক ছবি পোস্ট করেছে।Sandra postou uma foto de “mais de 200 pessoas que se reuniram em protesto pela morte do jovem de 23 anos #daniel.”
11টুইটার ব্যবহারকারী @৩৬৫ ইলেকট্রিক এই প্রতিবাদের বেশ কিছু ছবি প্রকাশ করেছে এবং এই প্রতিবাদ শহরের উদ্যান থেকে সরকারী ভবন হয়ে কেন্দ্রীয় ভবন পর্যন্ত গিয়েছে।O usuário do Twitter @365Eclectic postou uma variedade de fotos do protesto e da caminhada do parque, próximo ao prédio do governo, até a praça central:
12অন্য টুইটার এবং ফেসবুক ব্যবহারকারী হাতে লেখা দরখাস্ত বিলিয়েছে [ম্যাসিডোনিয়ান ভাষায়], যেই দরখাস্তে আলফা নামক পুলিস বিভাগটিকে বিলুপ্ত করার আহবান জানানো হয়েছে, এই জঘন্য অপরাধের ক্ষেত্রে তাদের ব্যক্তিগত আচরণ এবং আদেশ প্রদানের বেলায় বিভাগটিকে দায়িত্ব নিতে হবে এবং পুলিশের অপব্যবহারের ঘটনা আভ্যন্তরীণ ভাবে নিয়ন্ত্রণ করার আহ্বান জানানো হয়েছে।
13পরবর্তীতে @আরানজেল প্রদর্শিত স্কোয়ারের ছবিতে দেখা যাচ্ছে বিক্ষোভরত জনতা এই বাণী বহন করেছে, “ ড্যানিয়েলকে ভালোবাসি” এবং “আলফা ঘাতক” এবং ছবিতে আরো দেখা যাচ্ছে স্কোয়ারের পাশে শহরের প্রধান সড়কে একদল মানুষ অবস্থান গ্রহণ করেছেOutros usuários do Twitter e do Facebook circularam uma petição [mk] manuscrita pedindo pelo desmantelamento do esquadrão Alpha da polícia, pela responsabilização pessoal dos culpados e pelo controle externo dos casos de abuso policial:
14ব্যবহারকারী @মালাভাকা প্রধান স্কোয়ারের পাশে রাস্তা বন্ধ করে অবস্থান গ্রহণ করে প্রতিবাদকারীদের ছবি প্রকাশ করেছেFotos posteriores da praça por @Arangel mostram a multidão carregando cartazes dizendo “Amamos Daniel” e “Assassinos Alpha”, além de um acampamento numa das principais ruas da cidade, próximo à praça:
15এই ঘটনার বিস্তারিত বর্ণনা এখনো পরিষ্কার নয়, ঘটনার শিকার ব্যক্তির পরিচয়ও এখনো নিশ্চিত নয়।@malaovca publicou uma foto do bloqueio dos protestantes à rua próxima à praça principal:
16যখনই এই ঘটনার উপর কোন তথ্য পাওয়া যাবে, তখনই গ্লোবাল ভয়েসেস-এর স্থানীয় সংবাদদাতা তা সাথে সাথে জানিয়ে দেবে।Detalhes do incidente permanecem obscuros, incluindo a identidade da vítima. Os correspondentes do Global Voices no país proverão mais informações assim que possível.