Sentence alignment for gv-ben-20150119-46878.xml (html) - gv-por-20150122-56630.xml (html)

#benpor
1কলম্বিয়ার নতুন ন্যূনতম মজুরী ন্যূনতম উদ্দীপনার সৃষ্টি করেছেDebates sobre o novo valor do salário mínimo colombiano tomaram conta das redes sociais
2“প্লাটা (কলম্বিয়ার পেসো)”।“Plata (Pesos Colombianos).”
3ছবি মিশেল মারিয়ানির, ফ্লিকার সিসি ২.Imagem de Michele Mariani, Flickr, CC 2.0.
4০। বছর শেষে কলম্বিয়া তার ন্যূনতম মজুরী বৃদ্ধি করে থাকে।A Colômbia reajusta o valor de seu salário mínimo no final de cada ano.
5৩০ ডিসেম্বর ২০১৪ তারিখে দেশটির সরকার গত বছরের তুলনায় ৪. ৬ শতাংশ বাড়িয়ে এ বছরের ন্যূনতম বেতন ৬৪৪,৩৫০ কলম্বিয়ান পেসো (২৭৩ মার্কিন ডলার) নির্ধারণ করে।Em 30 de dezembro de 2014, o governo concedeu um aumento de 4,6% , passando para 644,350 pesos colombianos (USD 273).
6এই ঘটনায় স্যোশাল মিডিয়ায় অনেকের হতাশা ধরা পড়েছে।A decepção com o valor anunciado foi percebida nas redes sociais.
7মুদ্রাস্ফীতি ক্রমশ বাড়তে থাকার ফলে নতুন বছর কর্মীদের ক্রয় ক্ষমতার সামান্যই বাড়বে, তবে এল কলোম্বিয়ানোর মতে, হাতে বাড়তি কিছু পেসো আসার ফলে তা হয়ত ২০১৫ সালে জিনিসপত্রের সম্ভাব্য দাম বাড়ার বিষয়টিকে সহনীয় মাত্রায় রাখবে।Com o aumento da inflação, 2015 não promete melhorias no poder de consumo dos colombianos, já que o dinheiro extra não irá compensar o aumento de preços previsto para o ano, destaca o jornal El Colombiano.
8তবে, কলম্বিয়ার অনেক নাগরিকের কাছে সত্যিকারের সমস্যা হচ্ছে তাদের অর্থনৈতিক ক্ষমতা এবং জীবন যাত্রার মান বৃদ্ধি করা, সরকার যে সব বিষয় উন্নত করার প্রতিশ্রুতি প্রদান করেছে:Entretanto,os principais problemas dos colombianos continuam os mesmos: melhorar sua capacidade econômica e sua qualidade de vida, melhorias prometidas pelo governo:
9যদিও জাতীয় সরকারের মতে কলম্বিয়ার অর্থনীতি ল্যাটিন আমেরিকার মধ্যে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে, সেক্ষেত্রে এই পরিমাণ ন্যূনতম মজুরী গ্রহণযোগ্য নয়।Se a economia colombiana é que a mais cresce na América Latina, de acordo com o governo do país, então este salário mínimo é inaceitável. @Teleantioquia
10The Zona Jobs blog explains the জোনা জব ব্লগ ন্যূনতম মুজুরি নির্ধারণের প্রক্রিয়া ব্যাখ্যা করছে:O blog Zona Jobs explica o processo para determinar o valor do salário mínimo:
11৩ ডিসেম্বর, ২০১৫ সালের বৈধ ন্যূনতম মজুরী নিয়ে আলোচনা শুরু হয়, নির্ধারিত তারিখে আলোচক কমিটি উপযুক্ত মজুরী নির্ধারণ নিয়ে আলোচনা শুরু করে।No dia três de dezembro começam as negociações para determinar o valor do salário mínimo para 2015 e o comitê de deliberação está pronto para iniciar seu trabalho a partir de uma data estabelecida.
12এই কমিটিকে নেতৃত্ব প্রদান করে বর্তমান শ্রমমন্ত্রী লুইস এডোয়ার্ডো গারজন, যে ইতোমধ্যে ৫ ডিসেম্বর আলোচনা শুরুর তারিখ নির্ধারণ করে (এই চুক্তি নির্ধারণের দুইদিন পর)।A comissão será liderada pelo atual Ministro do Trabalho, Luis Eduardo Garzón, que determinou que os trabalhos sejam iniciados no dia cinco de dezembro (dois dias após o acordo).
13মালিক এবং শ্রমিক উভয় পক্ষের নিজ নিজ প্রতিনিধির বক্তব্য শোনা হয়, যারা তাদের নিজস্ব বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করে।Ao mesmo tempo, audiências serão realizadas com empregados e empregadores para apresentarem suas propostas, enquanto o Departamento Nacional de Estatísticas (NADS) irá apresentar a sua no dia nove de dezembro.
14এদিকে জাতীয় প্রশাসনিক পরিসংখ্যান বিভাগ (এনএডিএস) ৯ ডিসেম্বরে তার প্রস্তাব উপস্থাপন করে।Stefa Vásquez não ficou impressionado com o aumento do salário mínimo: Bom pessoal…o salário mínimo continua literalmente mínimo…
15ন্যূনতম এই মজুরী বৃদ্ধিতে স্টেফা ভাসকেজ নিশ্চিত ভাবে প্রভাবিত হতে পারেনি:Já Álvaro González destaca os diferentes valores que são recebidos em todo o país.
16বেশ ভাই সকল … ন্যূনতম মজুরী খুবই ন্যূনতম পর্যায়ে রয়ে গেল……Algum recebem muito, enquanto outros recebem pouco por seus trabalhos.
17মজুরী বৃদ্ধির ক্ষেত্রে আলভারেজ গোনজালেজ-এর এক ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, সে উল্লেখ করছে যে দেশ জুড়ে ভিন্ন ভিন বাসিন্দার আয়ের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে।Se eles primeiro determinarem um salário máximo, será muito mais fácil encontrar um mínimo. Enquanto Juan Greiffenstein acredita que a paz começa com políticas econômicas mais justas:
18তুলনামূলক ভাবে বললে, কেউ কেউ প্রচুর বেতন পায়, সেখানে অন্য অনেকের কাজের মজুরী খুব সামান্য:Os empresários também devem dizer: eu posso pagar um salário mínimo mais justo e equitativo. Então existirá paz.
19প্রথমে যদি তারা সর্বোচ্চ বেতন কাঠামো নির্ধারণ করতে পারে, তাহলে পরবর্তীতে ন্যূনতম মজুরির বিষয়ে একমত হওয়া সহজ হয়ে উঠবে।No mesmo sentido, Gustavo Bolívar compara o salário mínimo de 2014 e 2015, usando como base o dólar americano:
20হুয়ান গ্রিয়েফেনস্টাইন উল্লেখ করছে যে উত্তম অর্থনৈতিক নীতি গ্রহণের মাধ্যমে শান্তির সূচনা ঘটে:Hace 1 año el Salario Mínimo era de 325 dólares.
21ব্যবসায়ীরা যদি আমাদের বলে: আমি তোমাদের ন্যায্য এবং যথাযথ বেতন প্রদান করব।Hoy está en 262 dólares, como en 2009.
22তাহলে শান্তি বিরাজ করবে।El 2do peor de la zona.
23মার্কিন ডলার ব্যবহার করে নীচের এই সমস্ত বাক্যের মধ্যে দিয়ে গুস্তাভো বলিভার ২০১৪ ও ২০১৫-এর মাঝে ন্যূনতম মজুরির তুলনা করছে:Solo en Perú pagan peor. Há um ano o salário mínimo era de 325 dólares.
24এক বছর আগে ন্যূনতম মজুরী ছিল ৩২৫ ডলার।Hoje vale 262 dólares, o mesmo valor de 2009.
25২০০৯ সালে তা ছিল ২৬২ ডলার, বর্তমানের এই মজুরী এই অঞ্চলের মধ্যে দ্বিতীয় সর্বনিম্নস্থ,কেবল মাত্র পেরুর ন্যূনতম মজুরী এর চেয়ে কম।É o segundo pior de toda a América Latina, só perde para o Peru, o primeiro. - Gustavo Bolívar (@GustavoBolivar) January 7, 2015
26এদিকে স্থানীয় এক সংবাদপত্রে ব্লগার জিভান্নি কর্ডোনা মন্টায়ো জিজ্ঞেস করেছে: কলম্বীয় শ্রমিকদের জন্য যে নূন্যতম মজুরী নির্ধারণ করা হয়েছে তা কি যথার্থ?Enquanto isso o blogger Giovanny Cardona Montoya pergunta em um jornal local: O salário mínimo é justo para os trabalhadores colombianos?
27সে যুক্তি প্রদান করছে:Ele argumenta:
28কলম্বিয়ার বিশাল সংখ্যক শ্রমিক ন্যূনতম মজুরিতে কাজ করে (৫০ শতাংশ ), যার ফল জাতির বৃহত্তর স্বার্থে তা বৃদ্ধি করা প্রয়োজন।O salário mínimo é recebido por aproximadamente 50% dos trabalhadores colombianos, portanto seu aumento devia ser de interesse nacional.