Sentence alignment for gv-ben-20120509-26439.xml (html) - gv-por-20120514-30812.xml (html)

#benpor
1ফ্রান্সঃ ছবিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিক্রিয়াFrança: Reações ao Resultado da Eleição Presidencial em Fotos
2ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের দশম রাষ্ট্রপতি নির্বাচন, যা কিনা ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচন,তার ফলাফল ৬ মে ২০১২ তারিখে প্রদান করা হয়েছে।A eleição presidencial francesa de 2012, décima eleição presidencial da V República, rendeu o seu veredicto no dia 6 de Maio.
3দ্বিতীয় দফা ভোটে সমাজবাদী প্রার্থী ফ্রাসোয়া ওঁল্যাদ ৫১.No final do primeiro turno, no 22 de Abril, François Hollande tinha virado na frente de Nicolas Sarkozy, respectivamente com 28,63 % e 27,18 % dos votos.
4৯ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী বর্তমান রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি ৪৮. ০১ শতাংশ ভোট পেয়েছেন।No segundo turno, François Hollande somou 51,90% dos votos contra os 48,10% do presidente em exercício Nicolas Sarkozy.
5রাষ্ট্রপতি নির্বাচনের পরে, ১০ জুন থেকে ১৭ জুন পর্যন্ত সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।Em seguida, virão as eleições legislativas, nos dias 10 e 17 de Junho 2012.
6ফলাফলের অপেক্ষায়À espera dos resultados
7প্যালেস ডে লা কনকোর্ডোতে যাওয়ার আগে প্যারিসে নিকোলাস সারকোজির সমর্থকরা লা মুতুয়ালিতে জড়ো হয়েছে (শেষ মূহুর্তে প্যালেস ডে লা কনকোর্ডতে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়)।Os apoiadores de Nicolas Sarkozy estavam reunidos na Maison de la Mutualité antes do encontro marcado na Place de la Concorde (uma mudança de última hora - a derrota - cancelou o encontro).
8সন্ধ্যা ৭টার সময় লা মুতুয়ালিতের একটি কক্ষের দৃশ্য।Eis um retrato da sala da Mutualité às 19h:
9সন্ধ্যা ৭ টার সময় মুতুয়ালিতের একটি কামরায়, ছবি টু ইটারের @এফগরেশ্চেল-এরSala da Mutualité às 19h, por @fgerschel no Twitter
10যদি বিজয় ঘটে এই বাস্তবতায়, ফ্রাসোয়া ওঁল্যাদ-এর সমর্থকরা বাস্তিলে যোগ দেওয়ার আগে সলোফেরিনো সড়কে একত্রিত হয়েছে।Os partidários de François Hollande tinham se juntado na rua de Solférino [sede do Partido Socialista em Paris], antes da reunião na praça da Bastilha - em caso de vitória.
11সন্ধ্যা ৭টার সময় বাস্তিলের সামনের দৃশ্য,ছবি টুইটারের @ লরা_বারবো-এরPraça da Bastilha às 19h, por @Laurent_Berbon no Twitter
12এক সময় ওঁল্যাদ যে এলাকার মেয়র ছিলেন, সেই তুলে নামক শহরের নাগরিকরা ফলাফলের জন্য গভীরভাবে অপেক্ষা করছে:A cidade de Tulle, que elegeu François Hollande prefeito, estava também na expectativa:
13তুলের কেন্দ্রীয় এলাকা, ছবি@ওয়েবআরটিকুলেস্টাPraça central de Tulle, por @webarticulista
14ফলাফল ঘোষণাA divulgação dos resultados
15রাত ৮টার পর্যন্ত ফলাফল প্রকাশের উপর নিষেধাজ্ঞা থাকায়,বিদেশী প্রচার মাধ্যমে প্রকাশিত সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনায় ইন্টারনেট ব্যবহারকারীরা বেশ কিছু কৌশলের উদ্ভাবন করে।O embargo sobre os resultados oficiais antes das 20 horas levou os internautas a usarem diversos escapatórios para poderem compartilhar as previsões divulgadas pela mídia estrangeira.
16টুইটারে যারা #রেডিওলন্ড্রেস নামক হ্যাশট্যাগ ব্যবহার করেছে, তারা এক সৃষ্টিশীল কৌশলের উদ্ভাবন করে।No Twitter, com a hashtag #radiolondres, os usuários deram um show:
17টুইটারে #রেডিওলন্ড্রেস হ্যাশট্যাগA hashtag #radiolondres no Twitter
18আনন্দ এবং বেদনাAlegrias e prantos
19ফলাফল ঘোষণার পর। অনেক সমর্থক তা উদযাপন করছে:Na hora da proclamação dos resultados, muitos militantes festejaram:
20বাস্তিলে উদযাপন, ছবি @সামেশ্চে-এরFesta na praça da Bastilha, por @samschech
21বিদায়ী রাষ্ট্রপতির (সারকোজি) শিবিরে ছেয়ে যাওয়া হতাশা দৃশ্যমান:A tristeza estava visível no campo do presidente em exercício:
22ইউএমপি (সারকোজি এবং তার দল)-এর কর্মীদের চোখে অশ্রু, ছবি @অ্যালেক্সসালজার-এরMilitante da UMP (o partido de Sarkozy) aos prantos, por @Alexsulzer
23ফলাফল ঘোষণার পর মুতুয়ালিতের সামনে এক বিষণ্ণ পরিবেশ তৈরী হয়:Na frente da Maison de la Mutualité, o astral era mais azedo:
24লা মুতুয়ালিতের সামনে কর্মীরা ফলাফল সম্বন্ধে জানছে, ছবি@ ইয়ানিজোনে-এরNa frente da Mutualité, militantes tomavam conhecimento dos resultados, por @eanizon
25নির্বাচনী প্রচারণার ইতি টেনে উভয় প্রার্থী যে বক্তৃতা প্রদান করেছিলেন তা ( ফ্রাসোয়া ওঁল্যাদ [ফরাসী ভাষায়] এবং নিকোলাস সারকোজির [ফরাসী ভাষায়]) তাদের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে:Os discursos de final de campanha de cada candidato podem ser encontrados nos seus respectivos sites (François Hollande [fr] e Nicolas Sarkozy [fr]).