Sentence alignment for gv-ben-20090206-1592.xml (html) - gv-por-20090130-1543.xml (html)

#benpor
1কাজাখস্তানঃ লাইভ জার্নাল অবমুক্ত এবং রুদ্ধ পুনরায়Cazaquistão: Livejournal desbloqueado. E bloqueado de novo.
2জানুয়ারীর ২৮ তারিখে কাজাখস্তানের ইন্টারনেট ব্যবহারকারীদের লাইভ জার্নালে হঠাৎ করে আবার প্রবেশাধিকার দেয়া হয়। ভূতপূর্ব সোভিয়েত রাশিয়ার কথা বলার জন্য তৈরী ব্লগগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই লাইভ জার্নাল প্লাটফর্ম।Em 28 de janeiro, os internautas do Cazaquistão de repente ganharam acesso ao LiveJournal - a mais popular plataforma de blogues nos países de língua russa do ex-bloco soviético.
3এটি জাতীয় আইএসপি কর্তৃক গত বছরের অক্টোবর মাসের ৭ তারিখে অজানা কারনে বন্ধ করে দেয়া হয়-ফিল্টারিংয়ের এই ঘটনাকে “কাজাখটেলিকম” কখনই স্বীকার করে নাই।O serviço tinha sido bloqueado pela empresa nacional de ISP no dia 7 de outubro do ano passado, por razões até agora desconhecidas - “Kazakhtelecom” nunca admitiu a acusação de filtragem.
4আমরা লাইভ জার্নালের ফিল্টারিং এড়িয়ে ঢোকার জন্য বিভিন্ন প্রযুক্তিগত কৌশল প্রয়োগ করেছি।Usamos vários truques técnicos para acessar o Livejournal.
5জানুয়ারীর ২৮ তারিখে এটা অবমুক্ত করে দেয়া হয়।Em 28 de janeiro, ele foi desbloqueado.
6আমরা জানি না - ঠিক কে এটাকে ফিল্টার করা এবং পুনরায় খুলে দেয়ার সিদ্ধান্তটা দিয়েছিল।Quem tomou a decisão de filtrá-lo e permiti-lo novamente, não sabemos.
7আমরা এও জানিনা যে কতক্ষণ এটাতে আমাদের মুক্ত প্রবেশাধিকার থাকবে।Quanto tempo teremos a oportunidade de desfrutar do acesso livre, não sabemos.
8হয়তো আমি চিৎকার করে বলতাম ‘ কি মজা!', কিন্তু কিছু কারনে আমি কটুক্তি করতে চাচ্ছি।Talvez eu devesse gritar “hurra”, mas, por algum motivo, quero xingar.
9জানিয়েছেনছেন ইভ।Foi o que disse eev [ru].
10অনেক ব্লগার এমন অপ্রত্যাশিত খুশীতে মেতে উঠায় বিশ্বাসী নয় যে তাদের লাইভ জার্নাল উত্তেজনা পূর্ণ পোষ্টে ভরে উঠবে।Muitos blogueiros não acreditaram na felicidade inesperada - a volta a seus blogues no Livejournal, cheios de postagens fantásticas.
11অবিশ্বাসীরা এখনও সন্দেহপ্রবণ এবং লর্ড-ফেম তাদেরই একজন।Os céticos colocaram a situação em cheque, e dentre eles estava lord-fame [ru]:
12আমি ১ এর উপর ১০ বাজী ধরতে রাজী আছি যে তারা ব্লগটিতে ‘বাগ' পাবে এবং পুনরায় বন্ধ করে দেবে।Aposto dez para um que eles vão encontrar o “erro” e bloquear o site novamente.
13গ্রাভেরিক যুক্ত করেছেনঃgraveric acrescentou:
14কাজাখটেলিকমের কোথাও সামান্য কোন ক্রুটি ঘটেছে বলে সন্দেহ আছে।Suspeita-se de que um pequeno problema ocorreu em algum lugar na Kazakhtelecom.
15যা খুব শীঘ্রই দূরীভূত হবে।Será corrigido em breve.
16এটাই সেটা যা প্রকৃতপক্ষে পরবর্তী দিনের সন্ধ্যার মধ্যে ঘটেছিল।Foi exatamente o que aconteceu na noite do dia seguinte.
17সাইবার গরিনিচ বলে যে কাজাখটেলিকমে যন্ত্রপাতি আপগ্রেডের কাজ চলেছিল, যখন লর্ড অফ সাইলেন্স এটাকে ব্যাখা করে লাইভ জার্নালের নিজের আইপি এড্রেস পরিবর্তন সম্পর্কিত ধারণা দিয়ে, যে কারনে ব্যবহারকারীদের জন্য এটি সাময়িক সময়ের জন্য অবমুক্ত হয় কিন্তু পরে সেটাকে আবার ফিল্টার করে দেয়া হয়।Cyber-gorynych diz que houve a atualização de um equipamento na Kazakhtelecom, enquanto lord-of-silence explica o fato com uma mudança no endereço de IP do próprio Livejournal, o que deixou o site temporariamente disponível para os usuários do país, que voltaram a ser filtrados mais tarde [ru].
18আমাদের মনে রাখতে হবে যে এই হৈচৈ ইন্টারনেট রীতিনীতির খসড়া আইনের বিরুদ্ধাচারণ করছে যে আইন বর্তমানে সংসদের বিবেচনাধীন আছে।É preciso lembrar que esse estardalhaço acontece no momento em que o novo projeto de lei de regulamentação da internet está tramitando no Parlamento.
19পালমেটচিজ্জা মন্তব্য করেনঃComo pulemetchizza comenta [ru]:
20এই আইন যদি গ্রহণ করা হয় তবে কোন কোন ওয়েবসাইট কাজাখাস্তানী নাগরিকদের খোলা উচিৎ এবং কোন কোন ওয়েবসাইট নিষিদ্ধ হবে তা নির্ধারিত হবে।A lei, se adotada, determinará quais sites estarão abertos para os cidadãos do Cazaquistão, e quais sites deverão ser barrados aqui.
21কাজাখটেলিকম যেটা বেআইনীভাবে করেছে এবং করেছে লাইভজার্নালের সাথে চতুরতার সাথে সেটা অন্য যেকোন ওয়েবসাইটের সাথেও হতে পারে এবং সেটা আইনগত ভাবেই।O que Kazakhlecom fez ilegalmente e às escondidas com o Livejournal poderá ser feito com qualquer outro site - e ilegalmente. Com o pretexto de ser uma ameaça à segurança nacional.
22জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ওয়েবসাইট এর মালিককে কোন নোটিশ প্রেরণ ব্যতিরকে এইরূপ সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউটর।A decisão será feita pelo promotor público sem nem mandar um aviso para o dono do site.
23কাজাখস্তান এ লাইভ জার্নাল বন্ধ রাখার প্রাথমিক প্রতিবেদন পাবেন এখানে এবং এখানে।Veja mais relatos no Global Voices do bloqueio do Livejournal Casaquistão aqui e aqui.
24লেখাটি এছাড়াও নিউইউরেশিয়াতে প্রকাশিত হয়েছে।[en] Também publicado no neweurasia.