Sentence alignment for gv-ben-20101115-13378.xml (html) - gv-por-20101111-12844.xml (html)

#benpor
1চীন: বাড়তে থাকা দাম এবং ছাদের উপর বাগানChina: Preços e hortas nas alturas
2শেনঝেন এবং চীনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা সীমান্ত পাড়ি দিয়ে সস্তায় পণ্য কেনার জন্য হংকং-এ পাড়ি জমাচ্ছে। শেনজেন ভিত্তিক নেটএজ-এর ফটোগ্রাফার সিএস ইলাও-এর সূত্রমতে সেখানকার সাম্প্রতিক এক ধারা হচ্ছে, লোকজন ছাদে নিজেদের জন্য সব্জি উৎপাদন করে পয়সা বাঁচাচ্ছে।Na sequência da notícia de que, devido ao aumento da inflação na China [en], os consumidores de Shenzhen estavam cruzando a fronteira com Hong Kong em busca de bons preços, outra nova tendência em matéria de economia foi observada por CS Yilao, fotógrafo do NetEase com base em Shenzhen, que tem visto pessoas plantando seus alimentos em seus próprios terraços para economizar dinheiro:
3সম্প্রতি শেনঝেন-এ দাম বেড়ে যাওয়ায় এবং ইউয়ানের বিপরীতে ক্রমাগত হংকং ডলারের অবমূল্যায়ন হওয়ায়, কিছু শেনঝেনবাসী তাদের নিত্যপণ্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য হংকং এ যাত্রা করছে।Com a recente subida dos preços em Shenzhen e com a contínua desvalorização do dólar de Hong Kong (HKD) contra a moeda da China, o yuan (RMB), alguns moradores de Shenzhen dirigem-se a Hong Kong para comprar produtos de primeira necessidade.
4Vejamos a diferença nos preços dos produtos a seguir em Hong Kong e em Shenzhen: em Shenzhen, um pacote de sal de cozinha está sendo vendido a RMB 2,00, mas nos supermercados de Hong Kong custa HKD 1,10, o que equivale a apenas RMB 0,90; o quilo da maçã do tipo fuji já chega a custar RMB 12,00 em Shenzhen, ou seja, cerca de RMB 4,00 por maçã, mas é possível comprar quatro maçãs do mesmo tamanho em Hong Kong por HKD 10,00.
5আসুন হংকং এবং শেনঝেনে এ সমস্ত প্রতিদিনের খাদ্য সামগ্রীর দামের পার্থক্য কতখানি তা তুলনা করে দেখি: শেনঝেনে এক ব্যাগ রান্নার লবণের দাম ২ আরএমবি (চীনা মুদ্রা), কিন্তু হংকং-এর সুপারমার্কেটে তার দাম ১.O preço de um ovo em Shenzhen já aumentou para RMB 0,90, mas nos supermercados da rede Wellcome de Hong Kong, 30 ovos mais ou menos do mesmo tamanho custam HKD 23,00, ou seja, menos de RMB 0,70 por ovo.
6১ হংকং ডলার, যা মাত্র ০. ৯০ আরএমবির সমান; শেনঝেনে এক কেজি ফুজি আপেলের দাম ইতোমধ্যে ১২ আরএমবি-তে এসে ঠেকেছে অথবা সেখানে প্রতিটি আপেলের দাম ৪ আরএমবি, কিন্তু হংকং-এ সমান আকারের চারটি আপেল আপনি ১০ হংকং ডলারে কিনতে পারবেন।Dez rolos de papel higiênico da marca Vinda em um supermercado de Shenzhen saem por RMB 32,50, mas custam HKD 28,00 nos supermercados de Hong Kong; um frasco de 750 ml do xampú Rejoice custa RMB 39,00 nos supermercados de Shenzhen, mas em Hong Kong é possível comprar dois frascos por HKD 61,00…
7শেনঝেনে ইতোমধ্যে একটি ডিমের দাম বেড়ে ০. ৯০ আরএমবি-তে এসে দাড়িয়েছে।Devido ao aumento dos preços em Shenzhen, todas as verduras agora custam de RMB 9,00/quilo para cima.
8কিন্তু হংকং-এর ওয়েলকাম সুপারমার্কেটে সমান বা সামান্য ছোট আকারের ৩০টি ডিমের দাম ২৩ হংকং ডলার, অথবা প্রতিটি ডিমের দাম ০. ৭ আরএমবির চেয়ে কম।Para muitos de nós trabalhadores de outras províncias em Shenzhen, não é tão fácil conseguir licença de viagem para Hong Kong quanto é possível aos residentes de Shenzhen que são oficialmente registrados [en].
9দশটি ভিন্ডা নামক টয়লেট পেপারের দাম শেনঝেনের সুপার মার্কেটে ৩২.
10৫০ আরএমবি, কিন্তু হংকং-এর সুপার মার্কেটে তার মূল্য ২৮ হংকং ডলার; শেনঝেনের সুপারমার্কেটে ৭৫০ মিলিলিটার রিজয়েস শ্যাম্পুর দাম ৩৯ আরএমবি, কিন্তু হংকং-এর সুপার মার্কেটে ৬১ হংকং ডলারে আপনি এ রকম দুটি শ্যাম্পুর বোতল কিনতে পারবেন….
11সম্প্রতি শেনঝেন-এ উৎপাদন খরচ বেড়ে যাওয়া সকল স্থানে সব্জির দাম কিলো প্রতি ৯ আরএমবি বা তার চেয়ে বেশী হয়ে গেছে।
12অন্য প্রদেশ থেকে শেনঝেনে কাজ করতে আসা আমাদের অনেকে এখানকার স্থানীয় বাসিন্দা হিসেবে নিবন্ধনকৃত ব্যক্তিদের মত সহজেই হংকং-এ ভ্রমণের অনুমতি পায় না।Não podemos cruzar as fronteiras para fazer todas as nossas compras em Hong Kong, mas ainda temos uma saída: nossos terraços, e que desperdício seria deixar aqueles terraços arejados e amplos sem uso.
13নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আমরা সীমানা পাড়ি দিয়ে হংকং-এ যেতে পারি না, কিন্তু তবে এ থেকে মুক্তি পাওয়ার একটি উপায় রয়েছে; সেটি হচ্ছে আমাদের ছাদ, বায়ু চলাচল পূর্ণ এবং বিশাল জায়গা সম্বলিত এই সমস্ত ছাদ যদি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, তাহলে তা কতই না এক বাজে ব্যাপার হবে।
14সামান্য হাতের কাজ এবং কিছু মাটি থাকলে আমরা আমাদের জন্য এক বাগান তৈরি করে ফেলতে পারি।Com um pouco de suor e solo, temos um jardim.
15যতক্ষণ না তারা আমাদের ভবনগুলো ভেঙ্গে ফেলতে পারছে, ততক্ষণ আমরা আমাদের জন্য এই প্রথা বেছে নিতে পারব এবং নিজেদের খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সব্জি উৎপাদন করতে সক্ষম হব।
16এ ভাবে আমরা চাষের মাধ্যমে কিছু জিনিস পেতে পারি।Colhemos nós mesmos, e temos o bastante para comer.
17একদিন আমি বেশ সকালে উঠলাম এবং বারান্দায় গেলাম।Enquanto não derrubarem nossos prédios [en], podemos seguir em frente plantando dessa forma.
18সেখান থেকে আমরা চারপাশে যে সমস্ত ছাদ রয়েছে, সেগুলোর দিকে তাকিয়ে একটি বিষয় লক্ষ্য করলাম।Uma manhã, eu acordei cedo e sai na minha varanda, quando notei algo nos terraços que estão ao meu redor.
19আমি আমার দুরবীন নিয়ে এলাম এবং খুব সতর্কতার সাথে চারপাশে তাকালাম, এতে খেয়াল করলাম যে আমি ছাদের উপর যে সমস্ত বাগান রয়েছে সেদিকে তাকাচ্ছি।
20প্রতিটি কোণায় বাগান; এখানে বাড়ির মালিক তার চারা গাছগুলোতে পানি দিচ্ছে।Peguei meus binóculos e olhei cuidadosamente, e então notei que estava observando hortas crescendo nos terraços.
21এই দুই প্রতিবেশীকে দেখে মনে হচ্ছে তারা একে অপরকে বাগান করার বিষয়ে পরামর্শ প্রদান করছে।Jardineiros em cada esquina; aqui o proprietário rega seus brotos. Esses dois vizinhos parecem estar trocando dicas de jardinagem.
22সকলের নিজস্ব ছোট বাগান রয়েছে এবং তারা একে অপরকে প্রয়োজনে সাহায্য করছে এবং পরস্পরের সাথে সবকিছু আদান প্রদান করছে।Cada um tem sua própria horta e juntos todos se ajudam, trocando uma coisa por outra.
23এখানে চারা রোপন করার পাত্রগুলোকে একপাশে রাখা হয়েছে এবং সেখানে পুনরায় চারা বপন করা হবে।Aqui os potes foram colocados de lado e estão prontos para receberem novas sementes.
24এমনকি তারা গ্রীনহাউজ নামক প্রযুক্তি ব্যবহার করছে।.Eles contam até com tecnologia de estufas
25এই সমস্ত লোকেরা ভালো ভাবে প্রস্তুতি নিয়েছে, নির্মাণ সামগ্রীর সকল উপাদান এখানে আনা হয়েছে, মনে হচ্ছে তারা সকলে সবকিছুর জন্য তৈরি।Essas pessoas estão bem preparadas, trazendo para cima todo esse material de construção. Parece que estão em toda parte.