Sentence alignment for gv-ben-20080807-1109.xml (html) - gv-por-20080727-1176.xml (html)

#benpor
1ব্রাজিল: বিতর্কমূলক পারমাণবিক প্রকল্পকে এগিয়ে নেয়ার সংকেতBrasil: Projeto polêmico de Angra 3 recebe sinal verde
2গত ২৩শে জুলাই ব্রাজিলের পারমাণবিক শক্তি প্লান্ট এর জন্যে বিতর্কমূলক অ্যাংরা ৩ রিএক্টর প্লান্টেরএর প্রি লাইসেন্স দিয়েছে ব্রাজিলিয়ান ইন্সটিটিউট অফ এনভায়রমেন্ট এন্ড রিনিউবেল নেচারল রিসোর্সেস (আইবিএএমএ)। কিন্তু তার আগে পরিবেশ মন্ত্রী কার্লোস মিঙ্ক বেশ কিছু শর্ত দিয়েছেন- মোট ৬০টি যার মধ্যে আছে বর্জ্যের স্থায়ী ব্যবস্থা করা, বিকিরণ এর মাত্রা মনিটর করা, শিক্ষামূলক বিষয়ে লগ্নি করা আর পরিবেশ রক্ষা।A retomada da construção do polêmico reator Angra 3 dentro do programa nuclear brasileiro recebeu uma licença ambiental prévia concedida pelo Instituto Brasileiro de Meio Ambiente (IBAMA) no último 23 de julho, não antes que o Ministro do Meio Ambiente Carlos Minc impusesse uma série de termos ambientais - um total de 60 exigências que vão desde soluções permanentes para tratamento do lixo nuclear, monitoração dos níveis de radiação até investimentos em iniciativas educacionais e proteção ambiental.
3যদি প্রি লাইসেন্সে আইবিএএমএ আর ইলেট্রোনিঊক্লিয়ার এর স্বাক্ষরিত এই শর্তগুলো পূরণ করা হয় আংরা ৩ শেষ করার জন্য, তাহলে সেপ্টেম্বর এর মধ্যে কাজ শুরু হতে পারে।Se as condições determinadas na licença ambiental prévia assinada entre o Ibama e Eletronuclear forem cumpridas, os trabalhos podem recomeçar ainda em setembro deste ano.
4ছবি: উইলসন ডিয়াজ/এবিআর এর সৌজন্যেCrédito: Wilson Dias/ABr
5কিছু ব্লগার এই সিদ্ধান্তে বিচলিত হয়েছিল, কারন ব্রাজেলিয়ান গ্রিন পাটির প্রতিষ্ঠাতা সদস্য, মন্ত্রী কার্লোস মিঙ্ক যিনি মারিনা সিল্ভার পদত্যাগের পর গত মে মাসে পরিবেশ মন্ত্রী হন, তিনি পারমানবিক শক্তির বিরোধিতার জন্য পরিচিত।Alguns blogueiros ficaram perplexos com a decisão, considerando que o Ministro Carlos Minc, ex-membro e fundador do Partido Verde Brasileiro que se tornou Ministro do Meio Ambiente no mês de maio passado depois do pedido de demissão de Marina Silva, é bem conhecido devido à sua luta contra a energia nuclear.
6তিনি বলেছেন যে তার সময়ের আগের একটা এজেন্ডা তিনি পুরণ করছেন, আর এটাও মনে হচ্ছে যে মিঙ্ক আর প্রেসিডেন্ট লুলা, যিনি পারমানবিক শক্তির ব্যাপারে তার অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন, এই ব্যাপারে খুব একটা একমত না।Ele disse estar cumprindo uma agenda determinada antes de sua entrada no Ministério, e ao que tudo indica, Minc e o Presidente Lula, que já falou abertamente de seu comprometimento com a energia nuclear, não entram em acordo sobre o assunto.
7এটা সব সময় এমন ছিলনা, যা জর্জ হেনরিক কর্ডিয়োরো দেখিয়েছেন, এদের দুইজনের ১৯৮৯ এর একটা ছবি প্রকাশ করে, এই একি আংরা ৩ নির্মানের সময় বিক্ষোভে অংশগ্রহণের সময়। ব্লগার বিশ্বাস করেন যে দেশটার উচিত পরিষ্কার শক্তির জন্য তাদের বিশাল, ধনী সম্ভাবনাকে কাজে লাগানো:Nem sempre foi assim, como mostra Jorge Henrique Cordeiro ao publicar uma foto da dupla em 1989, durante um protesto contra a construção no mesmo reator Angra 3. O blogueiro acredita que o País deveria investir primeiro no rico potencial para energia renovável que tem:
8শক্তির ব্যাপার যখন আসে, ব্রাজিলের বৃহৎ হাইড্রো, সোলার আর বায়ু শক্তির সম্ভাবনাকে কাজে লাগানোর অপেক্ষায় আছে।Energeticamente o Brasil tem imenso potencial hídrico, solar e eólico a ser explorado.
9উত্তরপূর্বের বায়ু একাই ৭৫ গিগাওয়াট শক্তির যোগান দিতে পারে।Só os ventos do Nordeste oferecem 75 gigawatts de energia ao país.
10এর থেকে আমি একটা সাধারণ গণনা করেছি: ধরে নিয়ে যে আংরা ৩ এর ১৩৫০ মেগাওয়াট (১ গিগাওয়াট= ১০০০ মেগাওয়াট) উৎপাদনের সম্ভাবনা আছে আর এটা নির্মাণে আনুমানিক ৮ বিলিয়ন ডলার ব্যায় হবে (প্রায় ৫. ০৮ বিলিয়ন মাকিন ডলার), তাহলে এই ধরনের ৫৬ টা পাওয়ার প্লান্ট এর দরকার হবে ৪৫০ বিলিয়ন ডলারের অসম্ভব ব্যায় (মার্কিন ডলার ২৮৫.O que me leva a fazer uma continha básica: levando-se em conta que Angra 3 tem potencial para 1.350 megawatts (1 gigawatt = 1.000 megawatts, só pra constar) e custo estimado de R$ 8 bilhões para ser construída, seriam necessárias 56 usinas iguais à ela, ao incrível preço de R$ 450 bilhões, para gerar esse mesmo total de energia com reatores nucleares.
11৮ বিলিয়ন) এই একই পরিমান শক্তি (৭৫ গিগাওয়াট) পারমাণবিক রিয়াক্টর দিয়ে তৈরি করতে।E ainda têm a cara-de-pau de dizer que as fontes renováveis de energia são caras…
12আর এর পরেও তাদের বলার সাহস আছে যে পুন:ব্যবহার করার শক্তি সুত্র ব্যায়বহুল!
13অন্যদিকে এলোন ফয়ারভেরকার বিশ্বাস করেন যে লাইসেন্সের জন্য যা দরকার তা ‘ব্রাজিলের পরিবেশবাদীদের অকালপক্ক সময় উত্তীর্ণ হয়ে গেছে' আর মনে করেন যে এই প্রকল্পের জন্য হ্যা বলা ঠিক পদক্ষেপ হয়েছে:Por outro lado, Alon Feuerwerker acredita que a licença prévia é “mais um marco da obsolescência prematura da agenda clássica dos ambientalistas para o Brasil”, mas acha que ainda assim a retomada do projeto representa um passo na direção correta:
14যে কোন ভাবে এই সিদ্ধান্ত দেশের জন্য ধণাত্মক, যতক্ষণ না লুইজ ইনাসিও লুলা দা সিল্ভার যে পরিবেশ বিষয়ক উগ্রতা আছে যা তিনি হাউজ অফ মিনিস্টারের উপর চাপিয়ে দিয়েছিলেন তা কাজের অগ্রগতি থামিয়ে কাজ শুরুর লাইসেন্স বাতিল না করে দেয়।De todo modo, a decisão é positiva para o país, desde que o radicalismo ambiental enxertado por Luiz Inácio Lula da Silva na Esplanada dos Ministérios não consiga interromper o andamento da obra, negando-lhe a licença de instalação.
15আসলে ব্রাজিলিয়াতে সবাই এটা নিয়ে কথা বলছে: যে আইবিএএমএ এখন নরম হচ্ছে পরে শক্ত হওয়ার জন্য।Aliás, é só do que se fala em Brasília: que o Ibama teria cedido agora para endurecer depois.
16তারা কি তাই করবে?Será?
17প্রোয়েতো ইয়োগো লিম্পো ( ন্যায় খেলার প্রোজেক্ট) একটা জনমতের অযোজন করেছে জানতে যে তাদের পাঠকরা এই ব্যাপারে কি মনে করে।O blogue Projeto Jogo Limpo organizou uma pesquisa para saber o que os leitores pensam do assunto.
18কিছু ব্লগার ইমেইলের মাধ্যমে পাঠানো গ্রীনপিস ব্রাজিল এর নীচের বাণীটা আবার প্রকাশ করছেন, যা লোকদের অনুরোধ করে যাতে তারা তাদের অভিযোগ সরাসরি আইবিএএমএ এর প্রেসিডেন্টকে জানায়:Outros blogueiros estão republicando a mensagem abaixo, enviada por e-mail pelo Greenpeace Brasil, pedindo que as pessoas reclamem diretamente com o presidente do IBAMA:
19এটা উপেক্ষা করবেন না!Não deixe isso passar em branco!
20আপনারা এস এম এস পাঠিয়ে সরাসরি রোবার্তো মেসিয়েসের কাছে অভিযোগ করতে পারেন যিনি আইবিএএমএ এর প্রেসিডেন্ট এই নাম্বারে ০৬১ ৯৯৮২ ৪৪০৯।Você pode enviar um SMS (torpedo) e reclamar diretamente com Roberto Messias, presidente do Ibama, através do número: 061 9982-4409.
21আপনার নাগরিক অধিকার ব্যবহার করেন, আপনার বিরক্তি দেখান আর দাবি করেন লুলার সরকারের কাছ থেকে এর ব্যাখ্যা!Exerça o seu papel de cidadão, mostre sua indignação e cobre explicações do Governo Lula!
22উপরের প্রচারকাজকে ‘ইশ্বরদুত এসেছেন আর খারাপ খবর এনেছেন‘ অভিহিত করা হচ্ছে এবং ব্রাসিলিয়া আর রিও ডি জেনেইরোর রাস্তায় বিক্ষোভ হচ্ছে।A campanha acima é chamada “O Messias chegou e as notícias não são boas” e os protestos que fazem parte dela já tomaram as ruas de Brasília e do Rio de Janeiro.
23গ্রীনপিস ব্রাজিলের শক্তি ক্যাম্পেইনের রিকার্দো বাইটেলো আফসোস করেছেন:Ricardo Baitelo, da campanha de energia do Greenpeace, lamenta [pt]:
24“আংরা ৩ প্রোজেক্ট এর অনুমোদন দেশটার জন্য একটা পিছু হটা আর আইবিএএমএ এর জন্য লজ্জা।“Aprovar o projeto de construção de Angra 3 é um retrocesso para o país e uma vergonha para o Ibama.
25রোবার্তো মেসিয়া ইতিহাসে স্থান পাবেন সেই ব্যক্তি হিসাবে যিনি একটা সাদা হাতি তেজস্ক্রিয় প্লান্টের লাইসেন্সে স্বাক্ষর করেছেন আর মিঙ্ক, যিনি পারমানবিক শক্তির বিরোধী, সেই মন্ত্রী হিসাবে যিনি এই ব্যাপারে তাদের হাত ধুইয়ে দিয়েছেন।”
26ছবি: উইলসন ডিয়াজ/এবিআর এর সৌজন্যে এই লেখার সাথে যেসব ছবি আছে তা আংরা ৩ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভের সময় তোলা যা গ্রীনপিস ব্রাজিল জুলাই ২৩ এ আয়োজন করে যখন চুক্তিটা স্বাক্ষরিত হয়।Roberto Messias entra para a história como o homem que assinou a licença de um elefante branco radioativo, e Minc, opositor da energia nuclear, como o ministro que lavou as mãos para o fato”.
27এজেন্সিয়া ব্রাজিলের একজন আলোকচিত্রী এগুলো তুলেছিলেন আর এখানে একটা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধিনে পুণ:ব্যবহার করা হয়েছে।As fotos que ilustram esse artigo são do protesto contra a construção de Angra 3 organizado pelo Greenpeace do Brasil 23 de julho, no momento em que a licença estava sendo assinada.
28ব্রাজিলের একমাত্র পারমাণবিক শক্তিকেন্দ্রের তৃতীয় রিএক্টরটি তাদের শেষ পর্যায় সমাপ্ত করেছে।Elas foram tiradas por um fotógrafo da Agência Brasil e são reproduzidas aqui sob uma licença da Creative Commons.
29এর কাজ ১৯৮৪ সালে শুরু হয় কিন্তু ২২ বছর আগে দেশের আর্থিক সংকটের কারনে তা বন্ধ হয়ে যায়।A construção do terceiro reator que completa o programa de energia nuclear do Brasil começou em 1984 mas foi interrompida há 22 anos por causa dos problemas econômicos do país.
30এর বেশীরভাগ জিনিষ ক্রয় করে জমিয়ে রাখা হয়েছে ১৯৯৫ থেকে, যার ফলে বছরে ৫০ মিলিয়ন ডলার রক্ষণাবেক্ষনে ব্যায় হয়।A maior parte dos componentes foi comprada em 1995 e está desde então guardada, consumindo 50 milhões de dólares por ano em custos de manutenção.
31এই প্রোজেক্ট পরিবেশবাদি আর সাধারন জনগনের কাছ থেকে বিরোধিতারও সম্মুখীণ হয়েছে।O projeto enfrenta grande criticismo por parte de ambientalistas e do público em geral.