Sentence alignment for gv-ben-20090511-2840.xml (html) - gv-por-20090512-3026.xml (html)

#benpor
1মায়ানমার: মান্দালয়ের উপর দিয়ে বয়ে যাওয়া এক প্রবল বাতাসMyanmar: Ventos Súbitos causam estragos em Mandalay
2৬ই মে, ২০০৯ তারিখে মেঘলা লিখছেন, এক প্রবল বাতাস সারা মান্দালয়ে আঘাত হেনেছে। মান্দালয় মায়ানমারের তৃতীয় রাজধানী।MgHla [my] escreveu que no dia 6 de maio de 2009 um vento súbito varreu a cidade de Mandalay, a terceira maior de Myanmar.
3ছবিটি মেঘলার ব্লগের সৌজন্যেFoto extraída do blogue de MgHla
4তিনি লিখছেন:Ele disse:
5একটা সেমিনারে অংশ গ্রহণ করে আমি বিকেল চারটার সময় অফিসে ফিরে আসি।“Depois de participar de um seminário, eu voltei para meu escritório por volta das 4 da tarde.
6পথে আমি একটা বাতাস দেখলাম যা ছিল ঘুর্ণি বাতাস এবং সেখানে অনেক ধুলো উড়ছিল।No caminho, eu vi que havia um redemoinho de vento, que levantava muita poeira.
7আমি অফিসে পৌছাতে না পৌছাতে বাতাস শক্তিশালি হতে লাগলো। তখন বিকেল ৪.Pouco depois que eu cheguei ao escritório, por volta das 4 e meia da tarde, o vento ficou mais forte, e também começou a chover.
8৩০ বাজে। এবং বাতাসের সাথে সাথে বৃষ্টি পড়তে লাগলো।Talvez por conta da força do vento, a chuva não estava vindo de cima, mas sim lateralmente.
9হয়তো বাতাসের বেগ খুব শক্তিশালি ছিল তাই বৃষ্টি উপর থেকে নীচে নামতে পারছিল না, কিন্তু তা পাশে ছড়িয়ে পড়ছিল।
10সে সময় খুব শব্দ হচ্ছিল।Fazia muito barulho também.
11প্রকৃতিকে ধন্যবাদ। এই ঘটনা আধাঘন্টা ধরে চলে।Por sorte, isso só durou uns 30 minutos.
12এটা যদি তিন থেকে চার ঘন্টা চলতো তাহলে তা নার্গিস নামের সাইক্লোনে পরিণত হতো।Se tivesse durado umas 3 ou 4 horas, teria sido como o ciclone Nargis.
13যখন আমি কাজ থেকে ফিরছিলাম তখন আমি কোনের বিলবোর্ডটিকে মাটিতে পড়ে থাকতে দেখলাম। এটি পড়ে ছিল ৮০ নম্বর রাস্তা থেকে ৩৫ নম্বর রাস্তার মাঝে।Quando eu estava voltando para casa, eu vi que a placa publicitária (“billboard”) que ficava na esquina da Rua 80 com a Rua 35 estava [tombada] no chão.
14আমি শুনেছিলাম বিলবোর্ডের পেছনের দিকের নীচে একটা গাড়ী চাপা পড়েছিল, কিন্তু আমি যখন সেই এলাকা অতিক্রম করছিলাম তখন সেখানে কোন গাড়ী পড়ে থাকতে দেখিনি।Eu fiquei sabendo que a parte traseira de um carro foi também esmagada pela placa publicitária, mas quando eu passei por lá, o carro não estava mais por lá.
15একটি সাইনবোর্ড এক কোণে দুমড়ে পড়ে ছিল।Uma placa que fazia propaganda de óleo automotivo ficou amassada nas bordas.
16৩৫ নম্বর রাস্তার পাশে রেলওয়ে ওভারব্রীজের কাছের ছোট্ট বিলবোর্ডগুলো হয় পড়ে ছিল, না হয় ভেঙ্গে গিয়েছিল।Algumas placas publicitárias menores na passagem de nível da ferrovia sobre a Rua 35 também caíram ou ficaram destruídas.
17এখন পৌরসভার লোকদের বিলবোর্ডের স্থায়িত্ব পরীক্ষা করে দেখা দরকার।Já está na hora do [governo] municipal verificar a integridade das placas publicitárias.
18তারা অবশ্যই বের করবে কিভাবে আমাদের মাথার উপর খাড়া ভাবে বিলবোর্ড তৈরী করার অনুমোদন দেওয়া হলো।Eles deveriam ter mais controle sobre as permissões para construção dessas placas publicitárias que ficam penduradas sobre nossas cabeças…”
19এখানে যে উদ্ধৃতি দেয়া হয়েছে তা লেখকের ব্লগ থেকে বার্মিজ ভাষা হতে অনুবাদ করা হয়েছে।A citação acima é uma tradução feita pelo autor do artigo. A citação original foi escrita em língua burmesa.