Sentence alignment for gv-ben-20100803-12101.xml (html) - gv-por-20100802-10856.xml (html)

#benpor
1আফগান ব্লগাররা উইকিলিকসে ফাঁস হওয়া দলিল নিয়ে মন্তব্য করছেReação dos Blogueiros Afegãos no Caso dos Logs de Guerra do WikiLeaks
2গত সপ্তাহে গ্লোবাল ভয়েসেস উইকিলিকসের আফগান যুদ্ধের দলিল ফাঁস হওয়ার উপর বিশ্বব্যাপী প্রতিক্রিয়া নিয়ে একটি লাইভ ব্লগের আয়োজন করে।No início desta semana, o Global Voices lançou um liveblog de reações globais sobre os logs de guerra do Afeganistão do WikiLeaks.
3আসুন আমরা দেখি আফগান ব্লগাররা এই ইস্যুতে কি লিখছে।Agora vamos dar uma olhada no que os blogueiros afegãos têm escrito sobre esta história.
4আমার তালিকাভুক্ত ৫০ জন দারি ভাষার (আফঘানিস্তানের দুটি রাষ্ট্রীয় ভাষার একটি) ব্লগারদের এ বিষয়ে কমই মন্তব্য করতে দেখা গেছে।Entre os 50 blogueiros afegãos que escrevem em Dari no meu blogroll (uma das duas línguas oficiais do Afeganistão) eu vi muito poucos comentários sobre a história do Wikileaks.
5আপনার যদি দারি বা পস্তুন ভাষার আফগান ব্লগ জানা থাকে তাহলে অনুগ্রহ করে করে এই পোস্টের নিচের মন্তব্য বিভাগে তার লিন্ক জানাবেন। তাদের কেউ যদি গ্লোবাল ভয়েসেসের জন্যে লিখতে চান তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন।Se você tem links para blogs em Dari ou pashtun que deveríamos ler ou traduzir por favor adicionar o link abaixo ou entre em contato conosco para oferecer-se para escrever para o Global Voices.
6এখানে আমরা দুজন আফঘান ব্লগারের মন্তব্য উপস্থাপন করছি:Entretanto, aqui estão duas reações de blogueiros afegão que chegaram a escrever [sobre o caso].
7‘ইস্তেকলাল' (স্বাধীনতা) ব্লগের লেখক সৈয়দ আক্রামলদিন তাহেরি এই নিয়ে তার লেখার শিরোনাম দিয়েছেন “উইকিলিকস জানিয়েছে সব কিছুর শুরু পাকিস্তানেই”।Syed Akramoldin Taheri, escrevendo o blog Isteqlal (que significa “independência”) escolheu como o título de seu post “Wikileaks revela todos os caminhos sem saída no Paquistão”.
8তিনি বলেছেন:Ele diz [Fa]:
9এই ৯০,০০০ দলিল পত্রে একটি প্রধান বিষয় উদঘাটিত হয়েছে, সেটি হচ্ছে তালিবানদের প্রতি পাকিস্তানের স্পষ্ট সমর্থন।Uma das principais questões reveladas nessas 90 mil páginas de documentos é o claro apoio do Paquistão ao Talibã.
10এই দলিলপত্র অনুযায়ী পাকিস্তানের তালিবানদের সাথে খুব ভাল সম্পর্ক আছে এবং তারা জালালুদ্দিন হাক্কানির চরমপন্থী দলকে অনেকদিন ধরে সমর্থন দিয়ে এসেছে।De acordo com estes documentos, o Paquistão tem laços muito estreitos com os talibãs e apóia os grupos extremistas como o Jalaluddin Haqqani.
11পাকিস্তানের গোয়েন্দা সংস্থা গত ২০০৭ সালের এপ্রিল মাসে হাক্কানীর দলকে ১০০০টি মটর সাইকেল দিয়েছে।Os documentos que vazaram mencionam que o serviço de inteligência do Paquistão providenciou 1000 motocicletas para o grupo Haqqani, em abril de 2007.
12এই রিপোর্টে আরও জানা যায় যে তালিবানদের প্রতি ইরানেরও সমর্থন আছে আর সাধারণ মানুষের মৃত্যু ঠিকমত লিপিবদ্ধ করা হয় নি।O relatório também fala sobre o apoio do Irã ao Talibã e as morte de civis que não foram relatadas.
13এই ব্লগার এই উপসংহারে পৌঁছাচ্ছেন যে যুক্তরাষ্ট্র এই দলিলপত্র ফাঁস হওয়ায় অসন্তুষ্ট, কারণ এটি ফাঁস করে দিচ্ছে যে আফঘানিস্তানের পড়শিরা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে এবং তাদের থামাতে পদক্ষেপ নেয়া যেত।O blogueiro conclui que enquanto os Estados Unidos estava com raiva de ver os documentos que vazaram, eles mostraram que os vizinhos do Afeganistão estão intervindo na política interna [do Afeganistão] e que ações poderiam ser tomadas para detê-los.
14আফঘানিস্তান জার্নালের সাংবাদিক মাহমুদ হাকিমি তার ব্লগ তাবারঘানাকে লিখছেন “অবশেষে সবকিছুই উন্মোচিত হল' শিরোনামে (ফার্সী ভাষায়)।Escrevendo em seu blog Tabarghanak, Mahmoud Hakimi, do Jornal do Afeganistão, escreve: “Enfim, tudo é revelado” [fa].
15এই ব্লগার জানাচ্ছেন:O blogueiro diz:
16এই ৯০,০০০ পাতার দলিলপত্রাদি উন্মোচন করছে যে পাকিস্তানের সমর্থন রয়েছে তালিবানদের প্রতি, যারা সাধারণ জনগণের হত্যাকারী, আফঘানিস্তানের নেতাদের হত্যার ষড়যন্ত্রকারী, এবং এই সকল কাজ সাম্প্রতিক সময়কার সবচেয়ে ঘটনাবহুল রাজনৈতিক নাটক।As 90 mil páginas de relatórios que vazaram mostram o apoio do Paquistão ao Talibã, o assassinato de civis, e a conspiração para matar líderes do Afeganistão, é provavelmente um dos mais originais acontecimentos de segurança/políticos da história recente.
17মনে হচ্ছে আফঘানিস্তানের রাজনৈতিক আর সামরিক নাট্যমঞ্চে পড়শির লেখা নাটকও অভিনীত হচ্ছে…গত তিন দশক ধরেই আফঘান জনগণকে এইসব ষড়যন্ত্রের ফল ভোগ করতে হচ্ছে, এবং পরিণতি হচ্ছে মৃত্যু এবং লাখো লোকের শরণার্থী হওয়া।Parece que além do teatro político e militar no Afeganistão, outros cenários foram escritos … o povo afegão têm lutado com esses cenários nas últimas três décadas, e o resultado foi a morte e privação de milhões de pessoas.
18সর্বশেষ: আফঘান লর্ড ব্লগের লেখক, সাংবাদিক নাসিম ফেরকাত ইমেইলে উত্তর দিয়েছেন সেই প্রশ্নের যে আফঘান ব্লগাররা কেন এ বিষয়ে কুলুপ এটে বসে আছে:Update: Por e-mail, Nasim Fekrat, o jornalista e blogueiro por trás do AfghanLord, diz em resposta a uma pergunta sobre o porquê dos blogueiros afegãos terem se mantido em silêncio:
19উইকিলিকসে ফাঁস হওয়া দলিলের বিষয়বস্তু আফঘানিস্তানের সবাই জানে এবং জনগণ প্রতিদিন এসবের মুখোমুখি হচ্ছে।Todas as coisas [reunidas] no Wikileaks são uma questão tão evidente aqui [no Afeganistão] e as pessoas estão lidando com isso todos os dias.
20যুদ্ধের মাঠে কি হচ্ছে তা তারা জানে।Eles sabem o que está acontecendo no local.
21এটি তাদের কাছে খুব গোপনীয় জিনিষ ফাঁস নয় যেমনটি একজন পশ্চিমা লোকের ক্ষেত্রে হতে পারে।Não parecem arquivos secretos de inteligência reunidos para eles, como parece para o Oeste.
22এ নিয়ে মাতামাতি তাদের কাছে বোধগম্য নয়।Não faz sentido para eles.