Sentence alignment for gv-ben-20130910-38794.xml (html) - gv-por-20130909-46811.xml (html)

#benpor
1সিরিয়া যুদ্ধের ধামা ঢোল আরও জোরালো হচ্ছেTambores de uma guerra na Síria rufam mais forte “Os revolucionários de Manbij” - Aleppo.
2সিরিয়ার আলেপ্পোতে “দ্যা রেভ্যুলেশনারিজ অফ মানবিজ” কপিরাইটঃ ডেমোটিক্স, ২৩ জুলাই, ২০১৩।Foto por dona bozzi. Copyright Demotix, 23 de julho de 2013.
3একটি “দন্ড-বিধায়ক” বোমা বর্ষণের জন্য মার্কিন বাহিনী প্রস্তুতি নেওয়ায় সিরিয়াতে যুদ্ধের ঢোল আরো জোরে বেজে উঠেছে।Os tambores de guerra rufam mais forte com a preparação de congressistas dos EUA para votarem sobre uma campanha de bombardeio “punitivo” na Síria.
4অনলাইনে এক রাতের মধ্যে সবাই সিরিয়া বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছে।Da noite para o dia, todo mundo na Internet se tornou especialista em Síria.
5ফিলিস্তিনের অধিবাসী ইয়াদ এল-বাগদাদি খেয়াল করেছেনঃO palestino Iyad El-Baghdadi ironiza:
6এটা কি খুব হাস্যকর নয় ? যখন সিরিয়ার জনগনের ভয়ঙ্কর দুর্ভোগের সময় হল আর তখনই কীভাবে যেন হঠাৎ সবার বিবেক জেগে উঠলো !Não é incrível como a consciência de todo mundo repentinamente acordou para o terrível sofrimento do povo sírio?
7সিরিয়ার মোহজা খাফ বলেছেন তিনি এই যুদ্ধের বিপক্ষে।A síria Mohja Khaf diz-se contra a guerra e justifica:
8তিনি কারন দেখিয়ে বলেছেনঃ সিরিয় বিপ্লবের তৃণমূল নারী ও পুরুষেরা আমার অক্ষ।Meu foco está com as mulheres e homens dos movimentos populares da revolução síria.
9একটি স্বাধীন গণতান্ত্রিক #সিরিয়া প্রতিষ্ঠার জন্য তাঁদের বৈধ সংগ্রামকে মার্কিন হামলা সহায়তা করবে না।Bombardeios dos EUA não vão corroborar com essa luta legítima por uma Síria livre e democrática.
10মার্কিন হামলায় কোন জাদুর বুলেট ব্যবহার করা হবে না যা #সিরিয়ার কসাইকে উৎখাত করবে এবং আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে।As bombas dos EUA não são projéteis mágicos que vão derrubar o Algoz da Síria e salvar o dia.
11সিরিয়ার মানবতার সংকটের কোন প্রার্থনা প্রসূত উত্তর মার্কিন হামলা দিতে পারবে না - এটির অর্থ হচ্ছে আরও বেসামরিক মানুষের মৃত্যু যন্ত্রণা।O bombardeio estadunidense não é uma resposta às preces da crise humanitária síria - significará mais agonia civil.
12#সিরিয়াEla complementa:
13এবং তিনি আরও বলেছেনঃ #সিরিয়াতে আসন্ন মার্কিন হামলায় কেউ কি অবস্থায় থাকবে তা কোন বিষয় নয়, আসাদ সিরিয়ার বেসামরিক জনগণের জীবন ভয়াবহভাবে তছনছ করে দিয়েছে, যা কেউ অস্বীকার করবে না।Deixe que ninguém negue os horrendos massacres de civis sírios pelo regime de Assad, independente da posição dessa pessoa sobre os iminentes bombardeios dos EUA
14কাহফ আমাদের মনে করিয়ে দিয়েছেনঃKahf relembra-nos que:
15#সিরিয়াতে মার্কিন হামলায় আপনার অবস্থা কি হয়, সেটা কোন বিষয় নয়। এটা অস্বীকার করবেন না সিরিয়ার তরুণেরা প্রকৃত তৃণমূল বিপ্লব ঘটাতেই রাজপথে নেমেছে।Independentemente de sua posição quanto ao bombardeio estadunidense na Síria, NÃO REFUTE que jovens sírios tomaram as ruas numa autêntica REVOLUÇÃO popular.
16খোদা মাফ করো।Maldito seja.
17এবং সিরিয়ার আমল হানানো আরও বলেছেনঃE o sírio Amal Hanano declara:
18অনুস্মারক: স্লোগান দেয়ার কারনে সিরিয়ার কয়েক হাজার লোককে মেরে ফেলা হয়েছেঃ জনগন শাসনতন্ত্রকে উপর থেকে নিচে নিক্ষেপ করতে চায়।Lembrete: milhares de sírios foram mortos por cantar a frase: o povo quer derrubar o regime.
19#সিরিয়া বিভিন্ন দেশের দ্বিগুণ চাপ প্রয়োগের কারনে সিরিয়ার মায়সালুন বেশ হতবাকঃO perfil sírio Maysaloon surpreende-se com a duplicidade de critérios aplicada por diferentes países:
20সৌদ আল ফয়সাল বলেছেন, আসাদের বিষাক্ত গ্যাস ব্যবহার সহ্য করা যাবে না। কিন্তু মজার ব্যাপার হল, সাদ্দাম যখন ব্যবহার করেছিলেন, তখন তাঁরা কিছু মনে করেননি।Saud al Faisal [ministro das relações exteriores da Arábia Saudita desde 1975] diz que o uso de gás venenoso por Assad não pode ser tolerado.
21#পিটি #পটকেটলব্ল্যাকEngraçado que eles não se importaram quando Saddam usou.
22এবং দিমা খাতিব [আরবি] বলেছেনঃDima Khatib ponderou [ar]:
23কেউ যদি আমেরিকানদের বিশ্বাস না করে, তবে শুধুমাত্র এই কারনে এটা প্রমানিত হয় না যে, সে আসাদের শাসনতন্ত্রের সমর্থক।Só porque uma pessoa não confia nos estadunidenses não quer dizer que ela está do lado do regime de Assad.
24বুদ্ধিবৃত্তিক সন্ত্রাসের চর্চা বন্ধ করুন। স্বাধীনতার জন্য যুদ্ধের নামে অন্যদের ধ্বংস করা বন্ধ করুন।Parem de praticar terrorismo intelectual e anular os outros em nome da luta por liberdade
25মাইকেল হান্নার মতে সিরিয়াতে এই যুদ্ধ কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারেঃDe acordo com Michael Hanna, uma guerra na Síria pode durar anos:
26যদি সিরিয়া নিয়ে আমরা গুরুগম্ভীর আলোচনা করতে চাই, তবে আমাদের এটা বুঝে আগানো উচিৎ হবে যে সাম্প্রতিক গোলা-গুলি নিয়ে এই যুদ্ধ কয়েক বছর স্থায়ী হবে।Se quisermos ter uma discussão séria sobre a Síria, deveríamos começá-la com a compreensão de que esta guerra, na atual tendência, irá se estender por anos.
27বাহরাইন থেকে আলী আল সাইদ টুইট করেছেনঃDo Bahrein, o escritor Ali Al Saeed tuíta:
28পৃথিবীর দুষ্ট স্বৈর শাসককে দেয়া #ওবামা - র বার্তাঃ যতক্ষন না আপনি রাসায়নিক অস্ত্র ব্যবহার করছেন, ততক্ষন আপনার জনগনকে জবাই করাই উত্তম।A mensagem de Obama aos ditadores infames do mundo: Tudo bem exterminar o seu povo, desde que não use armas químicas.
29#সিরিয়া #আসাদ আগের একটি টুইটে তিনি অবাক হয়ে বলেছেনঃEm um tweet anterior, ele se perguntava:
30১ লক্ষ লোককে হত্যা করা এবং ২ মিলিয়ন লোককে বাস্তুহারা করা কীভাবে মেনে নেওয়া হয়। আর ১ হাজার লোকের ওপর বিষাক্ত গ্যাস ব্যবহারের কারনে সামরিক হামলা ?Como é que matar 100 mil e desalojar 2 milhões de pessoas pode ser aceitável, mas usar gás venenoso com mil pessoas requer ofensiva militar?
31#সিরিয়া #সিরিয়াক্রাইসিস আলী দাহমাশ জর্ডানের রাজধানী আম্মানে মার্কিন দূতাবাসের বাইরে একটি যুদ্ধ বিরোধী সমাবেশ হতে দেখেছেনঃEm Amã, capital da Jordânia, Ali Dahmash testemunhou uma manifestação anti-guerra em frente à embaixada dos Estados Unidos:
32এইমাত্র #আম্মানের মার্কিন দূতাবাস অতিক্রম করলাম এবং সেখানে প্রায় ১ শত লোক #সিরিয়া - তে ওবামার বোমা বিস্ফোরনের সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। #জর্ডান #জোAcabei de passar pela embaixada dos EUA em Amã, e havia menos de 100 pessoas pacificamente protestando contra a decisão de Obama de bombardear a Síria.
33ধারাভাষ্যকার মার্ক লিঞ্চ আরও বলেছেনঃO comentador Marc Lynch disse:
34ওবামা প্রশাসনের সিরিয়া যুদ্ধে ঢোকার সবচেয়ে দুঃখের অংশটি হচ্ছে, তাঁদেরকে আমি একই তর্ক-বিতর্ক ফলদায়কভাবে সশব্দে দুই বছর ধরে ফেরি করে বেড়াতে দেখছি।O mais triste da investida do governo Obama a favor da guerra na Síria é vê-los propagar os mesmos argumentos que passaram dois anos esmagando de maneira enfática.
35একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের ধারাভাষ্যকার সুলতান আল কাসেমি জিজ্ঞেস করেছেনঃEnquanto isso, o comentador Sultan Al Qassemi, dos Emirados Árabes Unidos, pergunta:
36উপসাগরীয় রাষ্ট্রগুলো (২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১২৩ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র কিনেছে) এবং তুরস্ক (ন্যাটো বাহিনীর দ্বিতীয় বৃহত্তম সেনা বাহিনী) কেন তাঁদের সিরিয়া যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে ?Por que os Estados do Golfo (US$123 bilhões em compras de armamento dos EUA em 2010) e a Turquia (2º maior exército da OTAN) terceirizaram sua guerra contra a Síria para os EUA?
37এবং মিশর থেকে জনাব এনট্রপি বলেছেন, এ যুদ্ধের জরিমানা হতে যাচ্ছে দ্বিধান্বিতঃE é aceitável estar confuso, afirma Ms. Entropy, do Egito:
38#সিরিয়া - তে তাৎক্ষনিক অনেক বিশেষজ্ঞের মতো, আমার অজ্ঞতাকে দমন করতে আমি এ বিষয়টি সম্পর্কে খুব অল্পই জানি - তবে আমি যতটুকু জানি ততোটুকুই আমার হৃদয় ভেঙ্গে দেওয়ার জন্য যথেষ্ট।Ao contrário dos vários especialistas instantâneos em Síria, eu sei apenas um pouco do contexto para basear a minha ignorância - e esse pouco basta para partir o meu coração.