Sentence alignment for gv-ben-20140801-44079.xml (html) - gv-por-20140711-53371.xml (html)

#benpor
1যুদ্ধের থিয়েটার: গাজায় বোমাবর্ষণ দেখতে পাহাড়ের চূড়ায় ইজরায়েলিরাTeatro de Guerra: Foto captura israelenses “assistindo” Gaza ser bombardeada
2সডেরটে সিনেমা দেখা চলছে।Cinema de Sderot.
3গাজার সর্বশেষ দুরবস্থা দেখতে সডেরটের পাহাড় চূড়ায় ইজরায়েলের জনগণ উঠে এসেছে।Israelenses trazendo cadeiras para um morro em Sderot para assistir o que acontece em Gaza.
4গাজায় বিস্ফোরণের শব্দ শোনামাত্র তাঁরা হাত তালিতে মেতে উঠছে।[Eles] aplaudem sempre que uma explosão é escutada.
5ডেনিশ সাংবাদিক অ্যালান সোরেন্সন টুইটারে এই ছবিটি পোস্ট করেছেন, যেখানে অধিবাসীদের গাজার উপর বোমাবর্ষণ করা পর্যবেক্ষণ এবং উদযাপন করতে দেখা যাচ্ছে।O jornalista dinamarquês Allan Sørensen postou esta imagem no Twitter, nela vemos residentes de Sderot assistindo e celebrando o bombardeamento de Gaza.
6ইসরায়েলি শহর সডেরটের একটি পাহাড়ের চূড়া থেকে (৯ জুলাই) গত বুধবার রাতে ছবিগুলো তুলেছেন বলে সোরেন্সন নিশ্চিত করেছেন।Sørensen confirmou ter tirado a foto na noite de quarta (9 de julho) em um morro na borda da cidade israelense de Sderot.
7সোরেন্সন হচ্ছেন ডেনিশ সংবাদপত্র ক্রিস্টেলাইট ডাগব্লাড এর মধ্যপ্রাচ্য সংবাদদাতা।Sørensen é o correspondente para o Oriente Médio do jornal dinamarquês Kristeligt Dagblad.
8টেলিগ্রাফের মত কিছু পশ্চিমা সংবাদমাধ্যম বলছে, গাজা থেকে নিক্ষেপিত মিসাইল ও রকেটের আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে সডেরট।Alguns veículos de mídia ocidental, como o Telegraph,disseram que Sderot estadia sob ataque de mísseis e foguetes vindos de Gaza.
9সোরেন্সনের এই ছবি গ্রহণের সময় গত ৯ জুন তারিখে টেলিগ্রাফে প্রকাশিত “ইসরায়েলের সম্মুখ শহর সডেরট মিসাইলের আঘাতে বিধ্বস্ত” নিবন্ধে বলা হয়েছে, “গাজা থেকে মাত্র এক মাইল দূরে অবস্থিত ‘রকেটের শহর' এর অধিবাসীরা মিসাইল গোলাবর্ষণের ভীতিকর বর্ণনা দিয়েছেন।”O artigo “Israel's front line town of Sderot battered by missiles” [Sderot, cidade na linha de frente israelense é atingida por mísseis, en], publicado pelo Telegraph [en] em 9 de julho, mais ou menos no momento em que Sørensen tirava sua foto, disse que “cidadãos da “cidade dos foguetes” ha apenas uma milha de Gaza descrevem o medo de viver sob chuva de mísseis”
10সডেরটের জনসংখ্যা ২৪,০০০ জন এবং শহরটি পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।Sderot tem uma população de 24 mil pessoas e cobre uma área de cinco quilômetros quadrados.
11এই সপ্তাহের প্রথম দিকে ইসরাইল গাজার বিরুদ্ধে ব্যাপক “অপারেশন ডিফেন্সিভ এজ” চালু করেছে, যার ফলে এ পর্যন্ত ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।No começo da semana, Israel lançou a massiva “Operação Escudo Protetor” contra Gaza que já deixou mais de 80 palestinos mortos, [en] muitos dos quais mulheres e crianças.
12এদের বেশীর ভাগই নারী ও শিশু। ২০০৭ সাল থেকে এ অঞ্চল শাসন করা হামাস গাজা থেকে ইজরায়েলে মিসাইল হামলা করেছে।De Gaza, o Hamas, que governa a região desde 2007, lançou mísseis em direção à Israel [sendo que 2/3 destes mísseis foram interceptados antes de atingir qualquer alvo].
13জুলাই এর তারিখে ইসরাইলী কর্মকর্তারা রিপোর্ট করেছেন, এতে কোন ইজরায়েলি নিহত হননি।Em 11 de julho, autoridades israelenses informaram [en] que nenhum israelense havia sido morto por razão dos mísseis palestinos.
14যুক্তরাষ্ট্রের সাহায়তায় তৈরি আইরন ডোম বায়বীয় প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইসরাইলে আসা বেশিরভাগ রকেটেই কোন গুরুতর ক্ষতি হয়নি। গার্ডিয়ান অনুযায়ী, প্রতিরক্ষা ব্যবস্থাটি এ পর্যন্ত অন্তত ৭০ টি প্রজেক্টাইলকে রূদ্ধ করেছে।A maior parte dos mísseis atirados contra Israel n]ao causaram grandes danos, em grande parte devido ao sistema de defesa Iron Dome [Cúpula de Ferro], financiado pelos EUA, que interceptou pelo menos 70 projéteis [en] até o momento, de acordo com o Guardian.