# | ben | por |
---|
1 | কোস্টা রিকা: সম-লিঙ্গীয় দম্পতির জন্য অধিকারের নিশ্চয়তা | Costa Rica: a concessão de direitos para casais do mesmo sexo |
2 | গত কয়েক বছর ধরে কোস্টা রিকায় সম-লিঙ্গের সম্পর্কের বিষয়টি সক্রিয় এক আলোচনার বিষয় দাঁড়িয়েছে, কিন্তু এই বিষয়ে রাষ্ট্রীয় নীতি তৈরির ক্ষেত্রে খুব সামান্য অগ্রগতি হয়েছে। | Na Costa Rica, a discussão sobre relacionamento entre pessoas do mesmo sexo tem sido um assunto ativo pelos últimos anos, mas pouco progresso foi feito em termos de estabelecer uma política oficial. |
3 | কোস্টারিকা এমন এক দেশ যেখানে রোমান ক্যাথলিক সাংবিধানিক ভাবে রাষ্ট্রীয় ধর্ম (পোপকে ধর্মগুরু মানে এমন খ্রিস্টান)এবং দেশটির জনসংখ্যার বিশাল অংশই রক্ষণশীল, যার ফলে এটি একটি বিতর্কিত বিষয়, এর পক্ষে এবং বিপক্ষে অনেকেই রয়েছেন। | Em um país em que a igreja católica romana é a religião constitucional oficial [en] e com uma maioria de conservadores entre a população, este debate tem sido controverso com a existência de tanto defensores, quanto opositores em cada um dos lados da discussão. |
4 | আইনসভায় এই বিষয়টিকে উত্থাপন করার বেশ কয়েকটি প্রচেষ্টার পর সম্প্রতি যে প্রস্তাবনা তৈরি করা হয়েছে, তাকে বলা হচ্ছে সহাবস্থানের এক সমাজ, তা সম-লিঙ্গের বিবাহকে বৈধ করতে ইচ্ছুক নয়, তার বদলে তারা এই সমস্ত দম্পতির জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করার সুযোগ প্রদান করতে চাচ্ছে। এই বিষয়টি সম্বন্ধে পাঠ করা যাবে স্প্যানিশ ভাষায়, এখানে। | Após várias tentativas de trazer o assunto para um nível legislativo, a proposta mais recente chamada Sociedades Coexistentes, que pode ser lida em espanhol, não procura legalizar casamentos entre pessoas do mesmo sexo, mas busca oferecer alternativas para estes casais. |
5 | যাবে, এই লেখাটি মূলত সুবিধা প্রদান করা চারটি মূল নীতির উপর তৈরি হয়েছে [স্প্যানিশ ভাষায়], যার মধ্য রয়েছে হাসপাতালে চিকিৎসার অধিকার, অর্জিত সম্পদকে ভাগ করা বা তার উপর অধিকার, উত্তরাধিকারের অধিকার, এবং বীমার সুযোগ। | O texto é baseado em 4 pontos básicos [es], que incluem direitos de visitação em hospital, divisão de propriedade, direitos de herança e opções de seguro. |
6 | লিবারেশন পার্টির (পিএলএ)-প্রার্থী ছিলেন লরা চিনচিলা, যিনি এই নির্বাচনে জয়লাভ করেন। তিনি নির্বাচনের সময় সম-লিঙ্গীয় বিবাহকে একটি বিকল্প বিবাহ হিসেবে স্বীকৃতি দেবার প্রতিশ্রুতি প্রদান করেছিলেন, যেমনটা নিচের ভিডিওটি প্রদর্শন করছে [স্প্যানিশ ভাষায়]। | Durante a campanha presidencial, Laura Chinchilla, do Partido Nacional Liberal (PLN), eleita no dia 7 de fevereiro de 2010, prometeu dar apoio uniões entre pessoas do mesmo sexo como uma alternativa ao casamento, como explica neste vídeo [es]. |
7 | তবে নির্বাচনে জেতার পর এবং সংসদের সহমনা খ্রীস্টান-দলগুলোর সদস্য ও সু-সমাচার এর অনুসারী খ্রীস্টান নেতাদের (ইভানজেলিকাল খ্রীস্টান) সাথে সাক্ষাৎ-এর অল্প কিছুদিন পরেই, তিনি সম-লিঙ্গীয় মিলনের ব্যাপারে তার অবস্থান কঠোর করে ফেলেন [স্প্যানিশ ভাষায়]। | Entretanto, pouco depois de ser eleita e após reuniões com a Assembleia de Deputados da coligação cristã e dos líderes evangélicos cristãos, ela recuou sobre a posição de favorecimento à união entre pessoas do mesmo sexo [es]. |
8 | রাষ্ট্রপতি চিনচিলার নিজের অবস্থান বদলে ফেলার সাথে সাথে ব্লগে খুব দ্রুত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। | As reações à mudança de posição da Presidente-eleita Chinchilla foram rápidas. |
9 | কনেজস সুইসিডাস [স্প্যানিশ ভাষায়] লিখেছেন: | O blogueiro em Conejos Suicidas [es] escreveu: |
10 | যদি মতামত যদি খুব সহজেই বদলে যায়, তা হলে সমাজের শক্তিশালী অংশ এবং দলগুলো ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে দৃঢ়তার এবং সততার সাথে তাদের প্রতিশ্রুতি পালন করবে? | “Se era tão fácil mudar de opinião sobre este tema, como será sua honestidade em cumprir os compromissos com frações mais fortes e grupos de poder?” |
11 | এল চামুকো নামে পরিচিত ব্লগার রাষ্ট্রপতির এই অবস্থান পরিবর্তনের একজন শক্তিশালী সমালোচক, যিনি তার ব্লগ ইনফিয়েরনো এন কোস্টা রিকা ব্লগে লিখেছেন [স্প্যানিশ ভাষায়]: | Outra forte crítica na sua mudança de posição foi feita pelo blogueiro conhecido como El Chamuko, que escreve no blog Infierno en Costa Rica [es]: |
12 | লরিয়াস* (লরা চিনচিলা) সুন্দর করে বলেন যে, সমকামীদের প্রতি আমাদের বৈষম্যমূলক আচরণ করা উচিত নয় এবং এই সংখ্যালঘু ব্যক্তিদের অধিকার রক্ষার জন্য ভিন্ন ধরনের বিবাহের উদ্যোগের প্রতি সমর্থন জানান উচিত। | “Laurias (Laura Chinchilla) falou muito bem, que não deveríamos ter preconceito com homossexuais e apoiar iniciativas diferentes para o casamento para proteger as minorias. |
13 | পুরুষ সমকামী বিবাহের আইনগত প্রস্তাবনা ছিল ভিন্ন ধরনের বিবাহের এক উদ্যোগ, কিন্তু এখন “পুতুলটি” তার বক্তব্য বদলে ফেলেছে, যা সে তার নির্বাচনী প্রচারণার সময় প্রদান করেছিল, যা কেবল তার ধর্মীয় উন্মাদ জুটিদের কাছে ভালো লেগেছে, যারা তাদের দলে কোন পাপ করাকে অনুমতি প্রদান করে না, কিন্তু যে সমস্ত ব্যক্তি স্বীকার করে, তারা কিশোরদের প্রতি আকৃষ্ট হয়েছিল তাদের সমর্থন করে। | A proposta de lei sobre a união civil gay é uma iniciativa DIFERENTE DO CASAMENTO, mas agora a “marionete” mudou o discurso feito durante a sua campanha, apenas para ficar bem com uma dupla de religiosos fanáticos que não permitem pecadores em seus partidos, mas apoiam ex-convictos pedófilos.” |
14 | *টীকা: “লরিয়াস” রাষ্ট্রপতি লরা চিনচিলার ব্যাঙ্গাত্মক নাম, যা কিছু ব্লগার রাষ্ট্রপতি নির্বাচনের সময় তাকে প্রদান করে। এটি তার নামের প্রথম অংশ লরার সাথে প্রাক্তন রাষ্ট্রপতি অস্কার এরিয়াসের নামের শেষ অংশ মিশিয়ে তৈরি করা হয়েছে। | * Nota: “Laurias” é o apelido que alguns blogueiros deram à presidente eleita Laura Chinchilla, que combina seu nome com o sobrenome do ex-presidente Oscar Arias, que a apoiou durante sua campanha. |
15 | এই নাম প্রদানের কারণ, নির্বাচনের সময় প্রাক্তন রাষ্ট্রপতি লরাকে সমর্থন দিয়েছিল। | Ela também é chamada de “marionete Arias”, porque mantém a sua política governamental. |
16 | লরাকে প্রাক্তন রাষ্ট্রপতি এরিয়াসের হাতের ‘পুতুল' বলে ডাকা হয়, কারণ নতুন রাষ্ট্রপতি পুরোন নীতিতেই সরকার চালাচ্ছে। | Alguns grupos de cidadãos propõem a organização de um referendo para que o povo decida aprovar ou não a lei de sociedades coexistentes. |
17 | এমন অনেক নাগরিক দল রয়েছে, যারা সহ-অবস্থানের এক সমাজের জন্য আইন তৈরি করা হবে কি হবে না, তার জন্য গণভোটের প্রস্তাব করছে। গণভোটের এই প্রস্তাবে অনেক ব্লগার এবং দেশটির সমাজের কিছু অংশ ক্ষিপ্ত, এমনকি সংসদের অনেক সদস্য যেমন, আনা হেলেন চাকোন (পিইউএসসি), জোসে মেরিনো (এফএ) এবং কার্লোস গুতিয়ারেজ (এমএল), যারা এই আইনের জন্য আইন সভার বিশেষ অধিবেশনের আহ্বান জানায়। | Esta proposta de realizar o referendo tem ultrajado alguns blogueiros e setores sociais do país, e até mesmo alguns deputados da Assembleia como Ana Helena Chacón (PUSC), Jose Merino (FA) e Carlos Gutierrez (ML), que apelaram para o direito de ser convocada uma sessão extraordinária da Assembléia Legislativa. |
18 | অনেক ভাবছেন মানবাধিকার বিষয়ে গণভোটের প্রয়োজন নেই, যা আইনটিকে সামনে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে অনেকে অনুধাবন করেন। | Muitos acham que um referendo não deve ser realizado por uma questão de Direitos Humanos, que é justamente o que muitos proponentes da lei dizem estar em jogo. |
19 | ব্লগ টেরোরিস্টা টারসারমুন্ডিস্টা [ তৃতীয় বিশ্বের সন্ত্রাসবাদী, স্প্যানিশ ভাষায়] লিখেছে: | Jorge, do blog Terrorista Tercermundista [es] (“Terrorista do Terceiro Mundo”) escreveu: |
20 | সংখ্যাগরিষ্ঠ জনমতকে এই সিদ্ধান্ত নেবার অধিকার প্রদান করা যে, ২০১০ সালে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকারকে তারা স্বীকার করবে কি না, তা ঐতিহাসিকভাবে বৈষম্যমূলক বাস্তবতার বিরুদ্ধে যে সমস্ত দল এতদিন ধরে লড়াই করছে, তাদের অপমান করা ও থুতু ছিটানোর মত এবং এই ক্ষেত্রে আমি কেবল সমকামীদের কথা উল্লেখ করছি না। | “Deixar que a maioria tome a decisão de se aceitar ou não direitos básicos de uma minoria em pleno ano de 2010, é insultar e cuspir em todas as lutas de grupos historicamente discriminados que lutaram por tanto tempo. E isto não se refere somente a homossexuais.” |
21 | ব্লগ ক্লাব সোডামায় [স্প্যানিশ ভাষায়], সমকামী অধিকার কর্মী উইলোপ লিখেছে: | No blog Club Sodoma [es], o ativista de direitos GLBT, Willop escreveu: |
22 | কেন আমরা গণভোট এড়িয়ে যাব? | “Por que devemos evitar um referendo? |
23 | মানবাধিকার মানে সকল নাগরিকদের শ্রদ্ধা ও তাদের চিন্তাকে মেনে নেওয়া। | Direiros Humanos foram feitos para serem respeitados e garantidos por todos os cidadãos. |
24 | আমাদের দেশের ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিত করা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে, বিষয়টি অবশ্যই এ ধরনের চিন্তার বাইরে, মানবাধিকার কোন আলোচনার বিষয় নয়, এগুলো সুনির্দিষ্ট। | Em nosso país, consultar se deve-se ou não dar direitos humanos é inconcebível. Direitos humanos não devem ser consultados e sim dados.” |
25 | একজন এই বিষয়টিকে সবচেয়ে ভালোভাবে সমাধানের জন্য পরামর্শ প্রদান করেছে যা ক্রিস্টিয়ান কামব্রোনেরো তার ব্লগ ফুসিল ডে চিসপাসে প্রস্তাব করেছে [স্প্যানিশ ভাষায়]: যিনি প্রস্তাব করেন: | Uma sugestão para resolver esta questão da melhor forma possível foi escrita por Cristian Cambronero em seu blog Fusil de Chispas [es], que propõe: |
26 | গণভোটের বিকল্প সমাধান কি? | “Qual é a alternativa ao referendo? |
27 | খুব সহজ: সেটি হচ্ছে এই প্রস্তাবনাটি আইনসভায় আলোচনা হবে, যেমনটা বলা যায়, এই বিষয় নিয়ে বিভিন্ন মতামত আদান প্রদান করা হয়েছে, যেখানে অনেক পরিবর্তনের পর এই বিষয়টি বিশেষভাবে সমর্থন লাভ করেছে। | Simples: que o projeto seja discutido na Assembleia Legislativa, como corresponde, onde depois de várias modificações, teria mesmo assim um apoio explícito significativo”. |