Sentence alignment for gv-ben-20090728-4556.xml (html) - gv-por-20090716-3637.xml (html)

#benpor
1রাশিয়া: পোলিতকভোস্কায়া পুরস্কারপ্রাপ্তা নিহতRússia: Assassinato da eminente Politkovskaya
2আজ সকালে, রাশিয়ার বিশিষ্ট মানবাধিকার কর্মী নাতালিয়া এস্তেমিরোভা সশস্ত্র লোক দ্বারা তার ইঙ্গুশেতিয়ার বাসভবন থেকে সশস্ত্র ব্যক্তি কর্তৃক অপহৃত হন।Na manhã de 15 de julho, a russa Natalya Estemirova, proeminente ativista dos Direitos Humanos, foi raptada de sua casa em Inguchétia por homens armados.
3পরে বুকে একটা গুলিসহ তাকে মৃত পাওয়া যায়।Mais tarde, ela foi encontrada morta, com uma a bala em seu coração.
4মূল ধারার মিডিয়া একে শুধু আর একটা মৃত্যুর খবর হিসেবে জানিয়েছে- যেখানে দেশের প্রথম সারির এই মানবাধিকার কর্মীর মৃত্যুর গুরুত্ব অন্যরকম। কিছু ব্লগার ঘৃণার সাথে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।Enquanto os principais veículos de imprensa apenas noticiam a morte de mais uma ativista - mesmo quando se trata do assassinato de uma líder na defesa dos Direitos Humanos no país - alguns blogueiros reagem com aversão:
5কোভালেভ আর এস্তেমিরোভা রবার্ট শুম্যান মেডেল পাচ্ছেন।
6তাহলে, নাতালিয়া এস্তেমিরোভা কে ছিলেন?Então, quem foi Natalya Estemirova?
7লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী জ্যাঞ্জার তার সংক্ষিপ্ত বর্ননা দিয়েছেন:No LJ, o usuário xanzhar dá [RUS] dá uma idéia de quem foi essa figura pública:
8নাতালিয়া এস্তেমিরোভা মেমেরিয়ালের [রাশিয়ার মানবাধিকার সংস্থা] ককেশাস সংক্রান্ত শীর্ষস্থানীয় প্রতিনিধি ছিলেন।Natalya Estemirova foi uma das lideranças mais representativas do Memorial [ Organização dos Direitos Humanos russa], no Cáucaso.
9চেচনিয়ার কর্তৃপক্ষরা তাঁর কাজ নিয়ে কখনো অসন্তোষ প্রকাশ করেননি।Autoridades na República da Chechénia nunca manifestou qualquer insatisfação com o trabalho dela.
10এস্তেমিরোভার মানবাধিকারের কাজ তাকে অনেক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করেছে।A campanha de Estemirova pelos Direitos Humanos lhe rendeu muitas distinções internacionais.
11তিনি আন্না পোলিতকভোস্কায়া পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন (২০০৭), আর সুইডিশ রাইট লাইভলিহুড পুরস্কার (২০০৪) ও পেয়েছেন।Ela foi a primeira pessoa a receber o Prêmio Anna Politkovskaya (2007), e vencedora do sueco [-] Right Livelihood Award (2004).
12২০০৫ এ ইউরোপীয় সংসদ তাঁকে রবার্ট শুম্যান মেডেল দেয়।Em 2005, o Parlamento Europeu deu-lhe a medalha Robert Schumann.
13এলজে ব্যবহারকারী নান্সিসেন্সিব এই হত্যা সম্পর্কে তার অনুভূতি জানিয়েছেন:Também membro do LJ, a usuária nansysnspb manifesta [RUS] seus sentimentos sobre o assassinato :
14কতো কাছে আর কি ভয়ঙ্কর… আমি নাতালিয়া এস্তেমিরোভার বন্ধুদের চিনি…তারা তার জীবন নিয়ে নিল।Tão perto e tão terrível…[-]Eu conheço pessoas que eram amigos de Natalya Estemirova …Então, eles tiraram a sua vida.
15এটা স্ট্রুগাটস্কাই [কল্প কাহিনী] এর মতো…এর পরে কি?É como em um Strugatsky [literatura fantásica]…O que vem a seguir, então?
16মোমবাতি জ্বালানো… হত্যাকারীদের অভিশাপ দেয়া, আর বিচারকের অফিসে চিঠি দিয়ে হত্যাকারীদের সঠিক বিচারের আবেদন করা- হত্যাকারী যারা সম্ভবত ব্যাজ ধারন করে আর হয়তো সংশ্লিষ্ট নিরাপত্তা বলয়ে তাদের অবস্থান আছে।Iluminação à luz de velas? … Amaldiçoar os assassinos e escrever cartas para os promotores públicos, com apelos para uma investigação legítima que condene esses assassinos.
17এলজে ব্যবহারী ফর ইফেল একই ধারায় বলেছেন:O usuário do LJ que escreve como efel continua [RUS] na mesma linha de raciocínio:
18অবশ্যই [এই হত্যা] সম্পর্কিত [চেচেন প্রেসিডেন্ট] কাদিরোভের সাথে।Com certeza, [o assassinato] têm ligações com Kadyrov [presidente checheno].
19এটা শুধু জানা যাচ্ছে না কিভাবে।Simplesmente, não se sabe de que forma.
20তাকে খুশি করতে না রাগাতে, যেমন ছিল পোলিতকোভস্কায়ার হত্যা।O assassinato de Politkovskaya foi para satisfazê-lo ou para irritá-lo.
21এটা সম্পর্কিত (আমি যেমন দেখি) চেচনিয়া আর ইঙ্গুশেতিয়ার মধ্যকার সরকারী সীমান্ত তুলে নেয়ার সাথে তার সোন্দেরকোমান্দের [বিশেষ বাহিনীর] জন্য… নাতালিয়া [এস্তেমিরোভা] আন্না পোলিতকোভস্কায়ার থেকেও বেশী মূল্যবান ব্যক্তি ছিলেন।Está relacionado (como eu posso ver) com a remoção oficial das fronteiras entre a Chechénia e a Ingúchia por suas sonderkomand [unidades especiais …] [-] Natasha [Estemirova] era uma pessoa mais importante até mesmo do que Anna Politkovskaya -isso é fato.
22সাধারনত ককেশাসে কাজ করা প্রত্যেক মানবাধিকার কর্মীর জন্য একটা করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যায়।De uma forma geral, poderia se levantar um memorial para cada um ativista dos direitos humanos que trabalha no Cáucaso.
23আমি শুধু আশা করি হত্যাকারীরা এটা ভুলভাবে না নেয়: আমি বলতে চাচ্ছি জীবিতের জন্য স্মৃতিস্তম্ভ!Eu só espero que assassinos não entendam isso de uma forma errada: Eu quero dizer um monumento para a vida!
24আর একটা মৃত্যু- আর একটা শোক বার্তা।Outra morte - outro obituário.
25কোন পরিবর্তন কি এতে হয়?Faz alguma diferença?
26এটা সবার চিন্তা করার মতো একটা প্রশ্ন।Esta é uma pergunta para cada um e todos nós refletirmos.
27তারপরেও, ব্লগারদের প্রতিক্রিয়া দেখে বিচার করলে, নাতালিয়া এস্তেমিরোভা রাশিয়ার সংঘাতপুর্ন চেচনিয়া প্রজাতন্ত্রের অনেক মানুষের জন্য পরিবর্তন এনেছিলেন যারা সেখানের প্রতি দিনের জীবনযাত্রায় সংঘাত আর বিভীষিকার মধ্যে দিন কাটায়।Ainda assim, analisando pelas reações dos blogueiro, Natalya Estemirova certamente fez uma diferença significativa para muitas pessoas expostas à violência indiscriminada e ao terror da vida quotidiana, nos conflitos liderados pela Rússia na República da Chechénia.