# | ben | por |
---|
1 | ভারতঃ একজন মৃত মানুষের ব্যক্তিগত গোপনীয়তা | Índia: Privacidade para a falecida? |
2 | এনাআইটির (কালিকট,কেরালা) মেধাবী গবেষক-এর দুর্ঘটনাজনিত মৃত্যু, এক নারীর। | |
3 | এক মৃত মানুষের ব্যক্তি জীবনের গোপনীয়তা বিষয়ক বিতর্ককে অরো একবার উসকে দিয়েছে এবং সাধারণভাবে কেরালার সমাজে দীর্ঘ সময় ধরে চলা পৌরুষত্বের বিক্রমের বিষয়টিকে তুলে ধরছে। কেরালাকে, ভারতের অন্যতম এক অগ্রগামী রাজ্য হিসেবে বিবেচনা করা হয়, এবং প্রায়শ এই রাজ্যটিকে মাথাপিছু উন্নতির মাত্রা হিসেবে অনেক উন্নত রাষ্ট্রের সাথে তুলনা করা হয়। | A morte acidental de uma pesquisadora do NIT (Instituto Nacional de Tecnologia em Calicut, Kerala) [En] despertou mais uma vez controvérsias sobre a privacidade das mulheres, a privacidade dos mortos e, em geral, sobre o chauvinismo machista da sociedade de Kerala - considerado um dos estados avançados [En] da Índia e frequentemente comparado a muitos países desenvolvidos. |
4 | কিন্তু রাজ্যের নারীদের এখনো ১৮ শতকের মত বিভিন্ন ধরনের যৌন নির্যাতনের ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়। | Infelizmente, as mulheres desse estado ainda são submetidas à violência sexual característica do século XVIII de muitas formas. |
5 | এই সকল কিছু তখনই সামনে চলে আসে, যখন চলন্ত ট্রেন থেকে এক মেধাবী গবেষক-এর হারিয়ে যাবার সংবাদ পাওয়া যায়, পরে কাছের এক নদীতে তার মৃতদেহ আবিষ্কার করা হয়। | Isso se mostrou uma realidade quando uma pesquisadora e estudante foi declarada desaparecida [En] de um trem em movimento e encontrada mais tarde morta, em um rio próximo. |
6 | যেহেতু সে এক পুরুষের সাথে ভ্রমণ করছিল সে কারণে নিষ্ঠুর মালয়ালাম মূলধারার প্রচার মাধ্যম প্রবল উৎসাহে সংবাদ ছাপাতে শুরু করে এবং এই মৃত্যুর ঘটনায় নিজস্ব রঙ দিয়ে প্রচার মাধ্যম কেবল মাত্র তার ছেলে বন্ধুর উপর মনোযোগ প্রদান করে। | Como ela viajava na companhia de um homem, a grande mídia se apressou em dar a notícia e reconstruir os fatos da morte sem qualquer compaixão, tendo como único foco o tal acompanhante. |
7 | তার সতীত্ব, তার মোবাইল ফোনের টেক্সট মেসেজ, তার ‘উদ্দেশ্য প্রণোদিত প্রেম' সকল কিছু নিয়ে প্রকাশ্যে আলোচনা করা হচ্ছে। | Sua castidade, suas mensagens de texto no celular, seus “relacionamentos sórdidos”, tudo foi colocado abertamente em discussão com o de linchar uma mulher que já estava morta. |
8 | প্রতিহিংসামূলক ভাবে তাকে শাস্তি প্রদান করা মত করে সেই মহিলাটিকে নিয়ে এই আলোচনা যে কিনা ইতোমধ্যে মৃত। | Blogueiros do país ficaram horrorizados com o tratamento dado pela grande mídia a uma pessoa morta, sem cuidado algum com a privacidade da falecida. |
9 | মূলধারার প্রচার মাধ্যম একজন মৃত ব্যক্তির প্রতি যে আচরণ করলে তাতে ব্লগ জগতের ব্লগাররা বিস্মিত। | Mulheres em um trem em Varkala, Kerala. Foto de jynxzero, usuário do Flickr. |
10 | এইসব প্রচার মাধ্যম তার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি কোন মর্যাদা প্রদান করেনি। | Publicada sob licença CC BY-SA. |
11 | কেরালার ভারকালা ট্রেনে মহিলা যাত্রী, ছবি ফ্লিকার ব্যবহারকারী জেওয়াইএনক্সজিরো-এর, সিসি বাই-এসএ লাইসেন্স-এর মাধ্যমে তা ব্যবহার করা হয়েছে। | |
12 | নেথা হুসাইন তার গুগুল বাজ-এ এক আবেগপুর্ণ লেখা লিখেছে: | Netha Hussain escreve uma nota contundente [Ml] em seu Google Buzz: |
13 | আমি কেরালায় বাস করি, এই রাজ্যে বিগত ১৯ বছর ধরে দিনে বা রাতে ট্রেন বা অন্য সব গণ পরিবহণে বিভিন্ন জায়গায় যাতায়াত করছি। | Eu moro em Kerala e, nos últimos 19 anos, tenho viajado de trem e outros meios de transporte públicos dia e noite. |
14 | আগামীতেও, আমি এভাবেই যাতায়াত করব। | Eu continuarei viajando do mesmo jeito no futuro. |
15 | আমি জানি না আর কতদিন, বা জীবনে কখনো কোন দুর্ঘটনার মুখোমুখি হব কিনা। | Não estou certa de quanto tempo viverei ou se enfrentarei algum imprevisto na vida. |
16 | যদি আমার জীবনে এ রকম কোন কিছু ঘটে যায় আমি আশা এবং প্রার্থনা করি, সম্প্রতি যে ঘটনা ঘটেছে আমাকে যেন সে রকম কোন ঘটনার মধ্য দিয়ে যেতে না হয়। | Se alguma coisa acontecer comigo, apenas espero e rezo para que não seja submetida às mesmas circunstâncias desse incidente recente. |
17 | আমি চাই না সংবাদপত্রের শিরোনামে এ রকমটা লেখা হোক যে “ রহস্যজনক ভাবে একটি মেয়ের মৃত্যু”, আর সেই মেয়েটির টেক্সট মেসেজ পুলিশ যাচাই করে দেখছে। | Não quero que os jornais tragam manchetes como ‘Garota morta sob circunstâncias suspeitas' e ‘Mensagens de textos da garota são investigadas pela polícia'. |
18 | এমন অনেক মেসেজ রয়েছে যেখানে লেখা রয়েছে, “নীথা তোমায় ভালোবাসি”, এ সব আমার বন্ধুদের পাঠানো মেসেজ। এই সব নিয়ে একটা প্রমের গল্প সাজানো হতে পারে, এর মধ্যে দিয়ে আমার পরিবার এবং বন্ধুদের হয়রানি করা হতে পারে। | Poderiam haver mensagens que dizem “Amo você Neetha”, enviadas por amigos, que seriam interpretadas como sinais de um relacionamento e, com isso, minha família e meus amigos seriam pressionados. |
19 | মৃত ইন্দু যে এনাআইটির একজন গবেষক ছিলেন সেই এনাআইটির শিক্ষক ডঃ সুদীপ কস মালয়ালম একটি পত্রিকা দিপিকার সম্পাদক বরাবর এক খোলা চিঠি লিখেছেন। | Dr. Sudeep KS, professor do NIT, onde a falecida Indu era pesquisadora, escreveu uma carta aberta [Ml] ao editor do jornal Deepika, publicado no idioma Malayalam. |
20 | প্রিয় দিপিকার সম্পাদকীয় দল, | Prezada equipe editorial de Deepika, |
21 | দিপিকা নামক সংবাদপত্রের আজকের সংখ্যায় ইন্দুর মৃত্যু সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়েছে। | Há uma matéria na edição de hoje que relata a morte de Indu, estudante e pesquisadora do NIT Kozhikode. |
22 | ইন্দু ছিল এনাআইটি খোজিকোডের এক গবেষক। পুলিশের প্রদান করা তথ্য উদ্ধৃত করে সংবাদে বলা হয়েছে যে ইন্দু এবং তার বন্ধু সুভাষ ( এনাআইটির তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক) এক বছর ধরে একসাথে বসবাস করছে। | Citando ‘grupos policiais', a matéria afirma que Indu e seu amigo Subhash (um professor assistente no Departmento de Engenharia Elétrica do NIT) estavam morando juntos há pelo menos um ano. |
23 | এনআইটির ক্যাম্পাসে বাস করা একজন ব্যক্তি হিসেবে আমি জানি এটি মিথ্যা এবং ইন্দু এনাআইটির মেয়েদের হোস্টেলে বাস করত। | Como morador do campus de NIT, eu sei que isso é mentira e que Indu habitava a residência para moças do NIT. |
24 | দয়া করে যাচাই না করে আপনার সংবাদপত্র এমন ভিত্তিহীন সংবেদনশীল সংবাদ ছাপা থেকে বিরত থাকুন, যা কেবল একটি মৃত ছাত্রীর চরিত্র হনন করছে। | Por gentileza, detenham-se antes de publicar esse tipo de “notícia” sensacionalista sem fundamento em seu jornal sem nem mesmo verificá-la, pois isso apenas contribui para assassinar o caráter da estudante morta. |
25 | বেরলি থমাস একজন সাংবাদিক এবং একটিভিস্ট ব্লগার, মূলধারার সংবাদপত্র যে সকল বিষয় উপস্থাপন করেছে সে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। | Berly Thomas, jornalista e blogueiro ativo, faz uma análise [Ml] sobre todos os tópicos discutidos pela grande mídia. |
26 | প্রচার মাধ্যমে যে বিষয়টি নিয়ে ক্রমাগত আলোচনা হচ্ছে, সেটি হল ইন্দু এবং তার পুরুষ বন্ধুর একসাথে চলাফেরা। | Um ponto constantemente alardeado pela mídia é que Indu e seu acompanhante masculino viajaram juntos. |
27 | এমন ঘটনা প্রথম নয় যেখানে দুজন ব্যক্তি যারা পরস্পরের বন্ধু, তারা একসাথে চলাফেরা করছে। | Não é a primeira vez que um casal de amigos viaja junto. |
28 | বেশিরভাগ প্রচার মাধ্যম এই বিষয় নিয়ে চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ করেছে, তাদের সাংবাদিকরাও একই কাজ করবে, বিস্ময়করভাবে এখনো তারা এই ঘটনা নিয়ে বাজে ভাবে সংবাদ প্রদান করছে এবং তা উদযাপন করছে। | A maioria das pessoas na mídia que levantou essa polêmica teria feito a mesma coisa com seus colegas jornalistas. Assim, é surpreendente que eles estejam usando isso para promover o caso e fazer calúnias. |
29 | শ্রীজিথড ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক আইন তৈরি করার ক্ষেত্রে সাহায্য করার বিষয় নিয়ে লিখেছে। | Sreejithd escreve [Ml] em defesa de leis que garantam a privacidade. |
30 | যদি আমি অথবা আমার পরিবারের কেউ কিংবা আমার বন্ধু রহস্যজনক ভাবে মারা যাই, তাহলে সংবাদ শিকারীর দৃষ্টিতে দেখা চোখ থেকে বাঁচার জন্য কোন আইন রয়েছে কি? | Se eu, ou alguém da minha família ou amigos, morresse em circunstâncias misteriosas, há alguma lei que me dê alguma privacidade longe dos olhares inquisidores? |
31 | সমানভাবে সংবাদপত্র কিংবা পুলিশ উভয়ের হাত থেকে গোপনীয়তা রক্ষার কোন উপায় রয়েছে কি, যারা নির্লজ্জভাবে আমার ব্যক্তিগত টেক্সট মেসেজে উঁকি মারার বিষয়টির উদযাপন করবে এবং এভাবে আমার ব্যক্তিগত গোপনীয়তা ধ্বংস করবে। | E eu seria protegida, igualmente, da ação da imprensa e da polícia, que não teriam pudores em promover uma devassa nas minhas mensagens de textos pessoais e também em destruir minha privacidade. |
32 | আগামীকাল এটি আমাদের যে কারো জীবনে ঘটতে পারে এবং যে আইন এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করছে তা আমাদের জানা প্রয়োজন। | Amanhã, isso poderia acontecer com um de nós e nós precisamos conhecer as leis que governam essa área. |
33 | ভারতীয় প্রচার মাধ্যম এখনো শৈশবের পর্যায়ে রয়েছে, তার অনিয়ন্ত্রিত নতুন প্রচার মাধ্যম এবং চ্যানেল এখন পর্যন্ত আত্মনিয়ন্ত্রণের সূত্র বের করতে এবং নাগরিকদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারেনি। | A mídia indiana ainda está em um estágio inicial, com a profusão de novas mídias e canais, e ainda não formulou uma política sensível de auto-regulamentação e de aproximação respeitosa à privacidade dos cidadãos. |
34 | ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক আইন সহ কেরালায় নারীদের প্রতি সহিংস যৌন আচরণের সংস্কৃতি এবং নীতিগত যে নিয়মাবলী, এখন তার প্রতি শক্ত দৃষ্টি প্রদান করা প্রয়োজন। | E junto às leis de privacidade, a cultura de violência sexual contra mulheres e o código de moralidade de Kerala precisa de uma dura e longa revisão. |