Sentence alignment for gv-ben-20090215-1615.xml (html) - gv-por-20090502-1980.xml (html)

#benpor
1অ্যার্ন্টাকটিকা: বিশ্বের সবচেয়ে শীতলতম স্থান থেকে ল্যাটিন আমেরিকার ব্লগাররা
2সম্পাদকের নোট: এই পোষ্টটি দুই খন্ডে লিখিত।Antártida:Latino-americanos blogam do lugar mais frio da Terra
3এর প্রথম খন্ডের লেখাগুলো ল্যাটিন আমেরিকান ব্লগার লিখেছে অ্যার্ন্টাকটিকায় বসে।Nota do editor: esta é a primeira parte de um série composta por duas partes sobre blogues escritos sobre a Antárdida por Latinoamericanos.
4চারপাশে জমে থাকা বরফ দেখে অ্যার্ন্টাকটিকাকে কেউ হয়তে ভাবতে পারে যে সেখানে ব্লগার খুঁজে পাওয়ার একেবারে অসম্ভব।Os arredores gelados da Antártida quem sabe sejam o último lugar onde alguém esperaria encontrar blogueiros. Entretanto, alguns latinoamericanos se interessaram em compartilhar suas experiências de trabalho ou viagem por este solitário continente.
5তবে বেশ কিছু ল্যাটিন আমেরিকান ব্লগার সেখান তাদের ভ্রমণ ও কাজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছে, সেই এক বিচ্ছিন্ন মহাদেশের কথা।Alguns escrevem diretamente da Antártida postando fotos, videos ajudando aos leitores a sentir como é estar tão longe de casa, enquanto outros esperam retornar para o continente Sulamericano para postar em seus blogues.
6এদের কেউ সরাসরি অ্যার্ন্টাকটিকা থেকে লিখেছে।Muitos países são bem representados na blogosfera da Antártida.
7সেখান থেকে তাদের ছবি, ভিডিও পোস্ট করেছে। পাঠকদের বিষয়গুলো মনে করিয়ে দেয় যে তারা ঘর থেকে অনেক দুরে।Chile além do website do Instituto Antártico Chileno [es] , publica informações via o blogue Base Aérea Presidente E.
8অন্যরা অবশ্য দক্ষিণ আমেরিকার মহাদেশ থেকে ফিরে এসে নিজেদের ব্যক্তিগত ও গ্রুপে ব্লগ লেখার জন্য অপেক্ষা করেছে।Frei M [es]. Infelizmente este blogue possui apenas uma única postagem - sobre comunicações por rádio.
9অ্যার্ন্টাকটিক ব্লগস্ফেয়ারে বেশ কয়েকটি দেশের প্রতিনিধি ছিল।Roberto Bravo dedica seu blogue Terra Australis Incógnita [es] a notícias e relatórios sobre a Antártida.
10চিলি তাদের চিলিয়ান এ্যার্ন্টাটিক ইনিস্টিটিউট (স্প্যানিশ ভাষায়) ওয়েবসাইট ছাড়াও তাদের অ্যার্ন্টাকটিকা এয়ার বেস প্রেসিডেন্ট ই. ফ্রাই এম (স্প্যানিশ ভাষায়) ব্লগের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করে।Por mais de vinte anos, o Peru vem trabalhado e conduzido pesquisas na Base Científica Machu Picchu que é administrada pelo Instituto Antártico Peruano [es], o qual teve seu perfil traçado no blogue Vida y Futuro [es] do jornal El Comércio.
11দুর্ভাগ্যজনকভাবে এই ব্লগে কেবল একটি মাত্র লেখা পোস্ট করা হয় এবং এই ব্লগ প্রধানত: রেডিও যোগাযোগ মাধ্যমের প্রতি উৎসর্গকৃত।Finalmente em seu próprio blogue, o cineasta peruano Humberto Saco postou seu documentário sobre a presença de seu país no continente [es].
12টেরা অস্ট্রালিস ইন্কগনিটা ব্লগের মাধ্যমে রবার্ট ব্রাভো ভিডাল অ্যার্ন্টাকটিকা সমন্ধে তথ্য ও সংবাদ প্রদান করছেন।No Uruguai há muitos blogues sobre a Antártida, inclusive um chamado Sentimentos Antárticos [es] que publica poemas sobre o continente; e há outro chamadado O Blogue da Associação Antártica [LINK].
13পেরু প্রায় ২০ বছর যাবত মাচুপিচ্চু সায়েন্টিফিক বেস থেকে কাজ করে যাচ্ছে এবং গবেষণা করে যাচ্ছে।Ambos não são escritos no continente gelado, mas sobre as expedições que o visitaram: Antarkos 23 [es] e Antarkos 25 [es].
14এই সেন্টারের প্রশাসনিক দায়িত্বে রয়েছে পেরুভিয়ান অ্যার্ন্টাকটিকা ইন্সিস্টিটিউট (স্প্যানিশ ভাষায়) এবং যার পুর্ণাঙ্গ বৃত্তান্ত তৈরী করা হয় ব্লগ ভিদা ইয়ে ফিউচুরোতে।
15সবশেষে পেরুর চলচিত্র নির্মাতা হুমবার্তো সাকো তার নিজের ব্লগে এক তথ্যচিত্র প্রকাশিত করেছে অ্যার্ন্টাকটিক মহাদেশে পেরুর উপস্থিতি সমন্ধে (স্প্যানিশ ভাষায়)।
16উরুগুয়ের এমন অনেক ব্লগার রয়েছেন যারা অ্যার্ন্টাকটিকার প্রতি উৎসর্গকৃত।Durante a primeira um fenômeno interessante, chamado Prisma de Gelo, é descrito:
17এর মধ্যে একজন নিজেকে অ্যার্ন্টাকটিক ফিলিংস (স্প্যানিশ ভাষায়) বলে ডাকেন। তিনি এই মহাদেশকে নিয়ে তার লেখা কবিতা প্রকাশ করেছেন।“En la noche del 5 de setiembre de 2007, tuvimos el privilegio de observar un Hidrometeoro poco común, llamado “Prisma de hielo”.
18অন্য আরেকজন তার ব্লগের নাম দিয়েছেন অ্যার্ন্টাকটিক এসোসিয়েশন (স্প্যানিশ ভাষায়)। উভয় অবশ্য বরফের চারপাশে বসে লেখা লেখেন না, কিন্তু অভিযাত্রিক দলের সাথে অ্যার্ন্টাকটিক ভ্রমন সেরে এসেছেন।Este fenómeno consiste en la precipitación de cristales de hielo que tienen forma de agujas, placas o columnas, normalmente muy tenues y que dan la sensación de estar en suspensión en la atmósfera los cuales al observarlos sobre un foco de luz, producen reflejos como el que se aprecia en la foto.
19এ্যান্টারকোস ২৩ (স্প্যানিশ ভাষায়)ও এ্যান্টারকোস ২৫ (স্প্যানিশ ভাষায়) নামের দুটি অভিযান কিছুদিন আগে সম্পন্ন হয়।Estos cristales de hielo pueden caer de una nube o con una situación de cielo despejado y se producen a temperaturas inferiores a -10ºC.”
20এখানে এক কৌতুহলজনক বস্তু (স্প্যানিশ ভাষায়) যাকে বলা হয় আইস প্রিজম তার বর্ণনা দেওয়া হচ্ছে।Na noite de 5 de Setembro de 2007, nós tivemos o privilégio de observar um Hidrometeoro incomum chamado de Prisma de Gelo.
21আইস প্রিজমের ছবি এ্যান্টারকোস ২৩ এর তোলা এবং অনুমতি নিয়ে প্রকাশিত ২০০৭ সালের সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে আমাদের এক অস্বাভাবিক দৃশ্য দেখার সুযোগ হয়।Tal fenômeno consiste na precipitação de cristais de gelos na forma de agulhas, blocos ou colunas que normalmente são muito leves e que dão a sensação de estar suspensos na atmosfera.
22এটি হলো হাইড্রোমিটার বা বরফের এক অবস্থা যাকে আইস প্রিজম নামে ডাকা হয়।Quando observados sobre uma lâmpada produzem a reflexão que pode ser vista na foto.
23এই ঘটনা ঘটে তখন যখন বরফের জলকনা (কুয়াশা) সুইয়ের মত স্বচ্ছ ছোট্ট বরফ টুকরা বা বড় আকার ব্লকস বা কলামে পরিণত হয়।Tais cristais de gelo podem precipitar-se de uma nuvem ou em alguns casos de um céu limpo quando a temperatura está abaixo de -10 C.
24এটি সাধারণত খুব হালকা হয় এবং বিশেষ আবহাওয়ায় তা নীচে নেমে আসে।No segundo blogue, o uruguaio Waldemar Fontes, descreve como a equipe comemorou o Natal [es] na Base Científica Artigas.
25একটা হালকা আলোর বাল্বের ভিতর দিয়ে তাকালে এটি একটি প্রিজমের মত প্রতিচ্ছবি তৈরী করে, যা উপরের ছবির মধ্যে দিয়ে দেখতে পাবেন।El 24 de diciembre de 2008, la dotación Antarkos 25, más un grupo de científicos alemanes y uruguayos, celebramos la Navidad en familia.
26এই ধরনের আইস ক্রিস্টাল বা স্বচ্ছ বরফ মেঘের থেকে অথবা পরিস্কার আকাশ থেকেও পড়তে পারে।Compartimos una cena con turrones, pan dulce y tortas alemanas y degustamos un delicioso lechón al horno.
27এই ঘটনা ঘটে যখন তাপমাত্র -১০ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে।A las doce la noche, sin distinción de origen o nacionalidades, levantamos las copas y brindamos.
28উরুগুইয়ান ভাল্ডেমার ফন্তেস নামক দ্বিতীয় ব্লগে জানা যাচ্ছে যে এই অভিযান কর্মীরা কিভাবে আর্টিগাস সাইয়েন্টিফিক বেইজে বড়দিন উদযাপন করেছে।Lo mejor de la velada, fue la llegada de Papá Noel, que viajando en la pala del tractor de la Base, llegó hasta nuestro comedor y uno a uno, fue entregando regalitos a quienes se habían portado bien.
29আর্টিগাস সায়েন্টিফিক বেস-এ বড়দিনে ডিনার করার ছবি। এই ছবিটি এ্যান্টারকোস ২৫ দল কর্তৃক তোলা এবং অনুমতি নিয়ে ছাপানো হলোNo dia 24 de Dezembro de 2008 a equipe Antarkos 25, uma equipe de cientistas Uruguaios e Alemães, comemora o Natal como se fosse uma família.
30২০০৮ -এর ডিসেম্বরের ২৪ তারিখে এ্যান্টার্কোস ২৫ নামের অভিযাত্রীর দলটি যাদের অ্যার্ন্টাকটিকাকে বড়দিন উদযাপন করেন।
31দলটির মধ্যে মধ্যে জার্মান এবং উরুগুয়ের বিজ্ঞানীরা ছিলেন।Compartilhamos uma ceia com guloseimas, Pão doce e Tortas Alemãs, e desfrutamos um delicioso lombo assado.
32তারা একটি পরিবারের মতো করে এই উৎসব উদযাপন করেন।À meia-noite, sem distinção de origem ou nacionalidade, nos fizemos um brinde.
33আমরা ভাগাভাগি করে রাতের খাবার খাই। এর মধ্যে ছিল ঐতিহ্যবাহী ক্যান্ডি, মিষ্টি পাউরুটি, জার্মান কেক, এবং সুস্বাদু ওভেনে সেঁকা শুকরের মাংস।A melhor parte da noite foi a chegada do Papai Noel, que se deslocou na pá do trator de neve da base, e que ao chegar a sala de jantar distribuiu presentes para todos.
34ঠিক রাত ১২ টায় কোন ব্যক্তি শেকড় বা জাতীয়তার পার্থক্য ছাড়াই আমরা আমাদের কাপ ও টোস্টগুলো তুলে ধরলাম।
35এই অনুষ্ঠানের সবচেয়ে সেরা দিকটি ছিল সান্তাক্লজের আগমন।Parte II sobre blogueiros Argentinos na Antártida será publicada posteriormente.
36তার কাজের মধ্যে ছিল ঘাটির একটি ট্রাক্টরে চড়ে বরফ ফেলার বেলচা নিয়ে ঘোরা, আমাদের খাবার ঘরে আগমন এবং যারা ভালো ছিল একে একে তাদেরকে উপহার বিতরন করা।
37দ্বিতীয় পর্বে থাকবে আর্জেন্টিনার ব্লগারদের অ্যার্ন্টাকটিকা সমন্ধে অভিজ্ঞতা যা পরবর্তী সপ্তাহে প্রকাশিত হবে।