Sentence alignment for gv-ben-20120118-22080.xml (html) - gv-por-20120118-26765.xml (html)

#benpor
1মায়ানমারের এক সুন্দর ১৩ শুক্রবার নামক দিবসMianmar: A “Bela Sexta-feira 13″
2মায়ানমারের রাষ্ট্রপতি থিন সিয়েন, আজ দেশের প্রায় সকল রাজনৈতিক বন্দীকে মুক্ত করে প্রমাণ করেছেন যে দেশটির নতুন সরকার গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে অত্যন্ত গুরুত্ব প্রদান করছে।O presidente do Mianmar, Thein Sein, mostrou que o novo governo estava falando sério sobre implementar reformas democráticas ao libertar quase todos os prisioneiros políticos na sexta-feira passada, dia 13 de janeiro.
3সরকারী টেলিভিশন চ্যানেলের এক সংবাদ অনুসারে জানা গেছে, সব মিলিয়ে ৬৫১ জন ভিন্নমতাবলম্বীকে কারাগার থেকে মুক্তি প্রদান করা হয়েছে।De acordo com uma notícia do canal de televisão governamental, 651 dissidentes no total deixaram a prisão.
4প্রখ্যাত সব রাজনৈতিক বন্দীদের মুক্তি প্রদান করার বিষয়টিকে মায়ানমারের গণতন্ত্রের পথে যাত্রার জন্য এক গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে দেখা হচ্ছে।A soltura de presos políticos proeminentes é citada como um passo importante na jornada de Mianmar rumo à democracia.
5যে সমস্ত ৮৮ জন একটিভিস্ট নাগরিক প্রজন্ম মুক্তি লাভ করেছে, তারা হচ্ছে মিন কো নিয়াং, কো কো গি, মায়া আয়ে, জিমি, এবং নি লার থিয়েন, যে সমস্ত একটিভিস্ট সন্ন্যাসী মুক্তি লাভ করেছে তার মধ্যে আশিন গাম্বিরা অন্যতম, এ ছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী খিন নিয়ুন্ত এবং তার পুত্রেরা ও ব্লগার নায় ফোন লাটও মুক্তি লাভ করেছে।Entre aqueles que foram libertados se encontram os ativistas da geração de 1988 Min Ko Naing, Ko Ko Gyi, Mya Aye, Jimmy, Ni Lar Thein, o monje ativista Ashin Gambira, o ex-primeiro ministro Khin Nyunt e seus filhos, e o blogueiro Nay Phone Latt.
6স্থানীয় এবং নির্বাসিত নাগরিকদের পত্রিকা, উভয়ে মুক্তি লাভের পর এই সমস্ত প্রখ্যাত ব্যক্তিত্বদের সাক্ষৎকার গ্রহণ করেছে।Tanto agências locais quanto do exílio entrevistaram algumas dessas conhecidas personalidades após a saída delas da prisão.
7এক সুন্দর ১৩ শুক্রবার নামক দিনটিতে মায়ানমারের শত শত রাজবন্দীকে মুক্তি প্রদান করা হয়েছে।Centenas de prisioneiros políticos em Mianmar foram soltos na "Bela sexta-feira 13"
8খিন নিয়ুন্ত মায়ানমারের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনিও মায়ানমারের নেত্রী এবং বিশ্ব গণতন্ত্রের প্রতীক অং সান সূকির সাথে একমত যে, সাম্প্রতি দেশটির সরকারের নেওয়া সিদ্ধান্ত দেশকে সঠিক পথে নিয়ে যাচ্ছে।Khin Nyunt, o antigo primeiro ministro, concorda [my] com Aung San Suu Kyi, ícone da democracia global em Mianmar, que a recente decisão do Governo é um passo na direção correta.
9ইলেভেন মিডিয়া গ্রুপের সংবাদটি এখানে প্রদান করা হল:Ele é citado em uma matéria do the Eleven Media Group:
10বর্তমান সরকার দারুন।O Governo atual é muito bom.
11কারণ তারা দাও অং সান সুকির সাথে সাক্ষাৎ করেছে।Porque eles se encontraram com Daw Aung San Suu Kyi.
12দাও অং সান সুকি এবং রাষ্ট্রপতি যে প্রচেষ্টা চালাচ্ছে, তাতে আমার ধারনা, তাদের উভয়ের প্রচেষ্টায় দেশটি এক সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।E os esforços feitos por ela, os esforços feitos pelo presidente, os esforços feitos por ambos levariam a um bom futuro para o país, eu acho.
13দি ডেমোক্রেটিক ভয়েস অফ বার্মা, মিন কো নিয়াং এবং নি লার থিনের বক্তব্য পোস্ট করেছে।O site Democratic Voice of Burma [en] postou discursos de Min Ko Naing e Ni Lar Thein.
14মুক্তি লাভের পর মিন কো নিয়াং-কে হাজার খানেক জনতা স্বাগত জানায়:Min Ko Naing foi recebido [my] por mais de mil pessoas:
15আপনাদের সবাইকে ধন্যবাদ, আমি প্রায় ২০ বছর ধরে কারাগারে বন্দী।Obrigado a todos vocês, eu estive na prisão por uns 20 anos.
16কিন্তু তারপরেও, যেমনটা আপনার দেখতে পাচ্ছে, আমার স্বাস্থ্য বেশ ভালো রয়েছে, যার কারণ জনতার ভালোবাসা।Mas eu ainda estou razoavelmente saudável, como vocês podem ver, graças ao amor do público.
17গণতন্ত্রের জন্য, জনতা যার আশায় রয়েছে, তার জন্য আমরা প্রতিশ্রুতি প্রদান করছি যে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।Pela democracia que o público está esperando, nós prometemos continuar até atingirmos o objetivo.
18কিন্তু লি লার থিয়েন নামক ভদ্রমহিলা একই সাথে নিশ্চিত করেছেন যে, কারাগার থেকে মুক্তির জন্য তিনি কোন কাগজে স্বাক্ষর করেননি।Porém, Ni lar Thein também confirmou [my] que ela não assinou nenhum documento para a soltura.
19যখন এই মুক্তির কথা ঘোষণা করা হয়, তখন সারা দেশ জুড়ে অজস্র মানুষ সামাজিক নেটওয়ার্কে স্বস্তির নিঃশ্বাস ফেলে।Muitas pessoas em todo o país expressaram sua empolgação nas redes sociais depois que a libertação dos presos políticos foi anunciada.
20ব্রাউনবয় ইলেভেন মিডিয়া গ্রুপের তাজা সংবাদ প্রদান করার জায়গায় মন্তব্য করেছে:Brownboy comentou [my] a notícia do Eleven Media Group:
21এখন নাগরিক অন্তরে এবং বাহিরে সুখী।Agora as pessoas estão felizes por dentro e por fora.
22আমাদের সরকারের প্রশংসা করছে…… এটা এমন এক দৃশ্যমান ফলাফল যা সকলেই দেখতে পাচ্ছে। …? তাহলে আপনারা কেন প্রথম থেকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি….. ?Elogiando o Governo… Este é um resultado tangível que todos podem ver… Por que eles não fizeram isso desde o começo…?
23যাইহোক, এটা হচ্ছে সেই মুহূর্তে, যা আমরা উদযাপন করব…… আমাদের স্বদেশ এবং জনতা দীর্ঘজীবী হোক!!!De todo modo, este é o momento que nós deveríamos comemorar… Vida longa ao nosso Povo e ao nosso País!!!
24কেএইচজেড ১৯৯৪ নামক আরেকজন মন্তব্যকারী, তার [বার্মীজ ভাষায়] উচ্ছ্বাস প্রকাশ করেছে :KHZ1994, outro usuário, expressou [my] sua felicidade:
25এমনকি আমি আমার দুপুরের খাবারও খেতে পারিনি।Eu não pude nem sair para o almoço.
26কারণ আমি এই সমস্ত খবর এবং মন্তব্য গোগ্রাসে গিলছিলাম।Porque estou lendo as notícias e os comentários.
27আজকের দিনটায় জনগনের চোখে এক খুশীর আনন্দ অশ্রু ঝরে পড়ছে।Hoje é o dia do povo com lágrimas de alegria.
28মায়ানমারের নেট নাগরিক এবং ফেসবুক ব্যবহারকারীরা এই সংবাদের প্রতিক্রিয়ায় তাদের স্ট্যাটাস তাজা মন্তব্যে ভরে ফেলেছে যেমন “সুন্দর এক ১৩ শুক্রবার”, “আমরা মুক্ত”, “ধন্যবাদ জনাব রাষ্ট্রপতি” এবং “আজকের দিনটা যেন এক রূপকথার দিন”।Netizens de Mianmar no Facebook postaram atualizações de status como “Bela sexta-feira 13″, “Estamos livres”, “Obrigado, Sr. Presidente” e “Hoje é um conto de fadas” em relação às notícias.
29এমন কি কয়েকজন নেট নাগরিক মন্তব্য করেছেন যে এই উল্লেখযোগ্য পরিবর্তন দ্রুতই মায়ানমারের অদূর ভবিষ্যৎ নির্ধারন করবে।Alguns internautas até opinaram que mudanças substanciais definirão o futuro imediato de Mianmar.
30মাইয়ুং মাইয়ুং সান, রাষ্ট্রপতির একটি চিত্রকর্ম পোস্ট করেছে এবং বলছে:Maung Maung San postou uma arte do presidente, dizendo:
31জনাব থিয়েন সিয়েন, এটা আপনার এক সাহসী সিদ্ধান্ত।Essa foi uma decisão realmente ousada, Sr. Thein Sein.
32খুব শীঘ্রই আমি মায়ানমারের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং প্রবৃদ্ধির চিত্র দেখতে পাচ্ছি।Posso ver remoção de sanções e boom econômico num futuro próximo.
33এক মঙ্গলময় ১৩ই শুক্রবার।Uma boa sexta-feira 13.
34তেজা হালিং তার বিশ্বাস নিজের ফেসবুকের পাতায় পোস্ট করেছে [ বার্মীজ ভাষায়]:TeZa Hlaing postou [my] no Facebook sua crença:
35২০১২ সালে হয়ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু মায়ানমারের জন্য এই বছরটি হবে, তার সামনে এগিয়ে যাবার শুরুর বছর।2012 não é o ano em que o mundo vai acabar, mas o ano em que Mianmar irá começar.
36এসজি_লিওন, দেশের ভবিষ্যৎ-এর ব্যাপারে তার ভাবনাকে উল্লেখ করেছে [বার্মীজ ভাষায়]:SG_Lion mencionou [my] suas ideias sobre o futuro do país:
37আসুন আমরা অতীত ভুলে চেষ্টা করে যাই যেন আমাদের এই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।Vamos tentar fazer nosso país se erguer com orgulho no mundo, esquecendo o passado.
38আগামীতে দেশটির অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করা হবে এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্র আর আন্তর্জাতিক বিনিয়োগ মায়ানমারের উন্নতি ঘটাবে।As sanções serão removidas e investimentos europeus e americanos vão aumentar em Mianmar.
39হয়ত আমরা শীঘ্রই সেই দিন দেখতে পাব যে দিন “আমি মায়ানমার” নামক পণ্য গর্বের সাথে বিদেশের মাটিতে পা রাখব।Que o dia em que diremos com orgulho “Eu sou de Mianmar” chegue muito em breve.
40মায়ানমার টাইমস অনুসারে, অং সান সুকি, যুক্তরাষ্ট্রের এক সংসদ সদস্যর সাথে সাক্ষাৎ-এর পর একটা মন্তব্য করেছে [বার্মীজ ভাষায়:De acordo com o jornal The Myanmar Times, Aung San Suu Kyi comentou [my] após se reunir com um parlamentar dos EUA:
41আমি উল্লেখ করেছিলাম, তাদেরকে মুক্ত করে দেওয়া হবে।Eu tinha dito que eles seriam libertados.
42এখন তারা মুক্ত।E agora eles estão livres.