# | ben | por |
---|
1 | ইরান: সংস্কারপন্থী আর কর্মী ব্লগারদেরকে গ্রেপ্তার | Irã: Blogueiros reformistas e ativistas são presos |
2 | যখন প্রতিবাদকারীরা গত ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে সমগ্র ইরানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তখন ইরানী কর্তৃপক্ষ শত শত কর্মীকে গ্রেপ্তার করেছেন, কিছু ব্লগার সহ। | Com os manifestantes continuando suas manifestações por todo o Irã contra os resultados das eleições de 12 de junho, autoridades iranianas prenderam [en] centenas de ativistas, incluindo blogueiros. |
3 | সংস্কারবাদী প্রার্থী মেহদি কারাউবির একজন উপদেষ্টা এবং ইরানের ভুতপূর্ব সংস্কারবাদী উপ-প্রেসিডেন্ট মোহাম্মাদ আলি আবতাহিকে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। | Mohammad Ali Abtahi [en], antigo vice-presidente reformista e um conselheiro de Mehdi Karoubi [en], um candidato reformista, foi preso na terça-feira. |
4 | আবতাহি প্রতিদিন তার ব্লগ আপডেট করতেন বেশ কয়েক বছর ধরে আর বিভিন্ন ব্যাপারে তার মতামত জানাতেন, যার মধ্যে ইরানি বিষয়ও ছিল। | Abtahi costumava atualizar seu blog todos os dias por vários anos e compartilha suas opiniões em assuntos diversos, incluindo questões iranianas. |
5 | এখানে তার শেষ পোস্ট যা তার বন্ধুরা তার দ্বিভাষী ব্লগ ওয়েবনেভেস্তেহাতে প্রকাশ করেছেন: | Aqui está a última publicação que seus amigos publicaram em seu blog bilíngüe, Webneveshteha: |
6 | জনাব আবতাহী গ্রেপ্তার: জনাব খাতামির প্রেসিডেন্টের মেয়াদকালিন উপ-প্রেসিডেন্ট আর জনাব কারাউবির উপদেষ্টা মোহাম্মাদ আলি আবতাহি আজকে গ্রেপ্তার হয়েছেন (মঙ্গলবার)। | Sr. Abtahi prendeu Mohammad Ali Abtahi, ex-vice-presidente da presidência do Sr. Khatami e conselheiro do Sr. Karroubi na eleição presidencial, foi preso hoje (terça-feira). |
7 | তিনি মুক্তি পেলে এখানে তার ওয়েবসাইটে লিখবেন। | Assim que for liberto, vai escrever aqui em seu site |
8 | তার শেষের দিকের একটি পোস্টে তিনি নির্বাচনকে ‘অবধারিত চুরি' বলেছেন: | Em uma de suas últimas publicações ele chamou a eleição de “trapaça óbvia”: |
9 | আমি বিশ্লেষণ করেছি যে এটি অবধারিত চুরি। | Analisei a trapaça óbvia. |
10 | এটা বিশাল একটা প্রতারণা। | Foi uma enorme farsa. |
11 | নির্বাচনের ফলাফল কি বিচক্ষণতার সাথে পরিকল্পণা করা হয়েছিল। | A eleição foi planejada de forma tão inteligente. |
12 | এক দিকে এটা ভোট দানের রেকর্ড গড়েছে যেহেতু এটা জনাব খাতামির আগের রেকর্ড ভেঙ্গেছে যিনি তার প্রেসিডেন্টের মেয়াদের দ্বিতীয় ভাগে বেশী ভোট পেয়েছিলেন আর জনাব আহমাদিনেজাদকে তার থেকে বেশী ভোট পেতে হবে। | De um lado, um novo recorde de votação, uma vez que quebrou o recorde anterior do Sr. Khatami, que havia ganhado mais votos em seu segundo mandato de eleições presidenciais e Sr. Ahmadi Nejad deveria receber mais do que ele. |
13 | তারা আরো চেষ্টা করবেন জনাব মুসাভি আর তার সঙ্গীদের ধ্বংস করতে। | Também gostariam de destruir Sr. Mosavi e seus companheiros. |
14 | দৃশ্যপটের আর একটা গুরুত্বপূর্ণ দিক ছিল জনাব কারাউবির ৩০০০০০ ব্যালটের গল্প। | Outra parte importante do cenário foi a história dos 300.000 votos do Sr. Karobi. |
15 | যদিও জনাব কারাউবির ধার্য করা ভোট ছিল, তারা তার জন্য ৩০০০০০ টি ভোট ধার্য করে অন্যদেরকে ঠেকাতে এই ধরনের গণতান্ত্রিক পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন করা থেকে। | Embora o Sr. Karobi tivesse certo um enorme número de votos, eles consideraram 300.000 votos para ele evitar dizer outros lemas democráticos. |
16 | অন্যদিকে অন্যান্য শহরের তথ্য দেখাচ্ছিল জনাব মুসাভি আর জনাব আহমাদিনেজাদের জন্য অন্তত সমান সংখ্যক ভোট। | Entretanto, informações de outras cidades exibiam, pelo menos, igualdade na quantidade de votos para o Sr. Ahmadi Nejad e Mosavi. |
17 | সোমায়ে তোহিদলু নামে একজন নারী সংস্কারবাদী ব্লগারকেও গ্রেপ্তার করা হয়। | Somayeh Tohidloo, uma blogueira reformista também foi detida. |
18 | একদিকে ইরানী প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ যেমন গড়ে উঠছে, ইরানী কর্তৃপক্ষ রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার করেই যাচ্ছেন। | Com os crescentes protestos contra os resultados da eleição iraniana, as autoridades iranianas continuam a prender ativistas políticos. |
19 | সম্প্রতি তিনি আর কয়েক জন ব্লগারের সাথে ভূতপূর্ব প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতামির সাথে ইন্টারনেট সাক্ষাৎকারের আয়োজন করেন। | Recentemente, ela e um casal de blogueiros organizaram uma entrevista pela internet com o antigo presidente Mohammad Khatami. |
20 | মনে হচ্ছে তার ব্লগে আর ঢোকা যাচ্ছে না। | Parece que o blog dela não está mais acessível. |
21 | ইরানে অবস্থিত ব্লগার আর মানবাধিকার কর্মী মোজতাবা সামিনিজাদ, আমাদেরকে আরো বেশ কয়েকজন গ্রেপ্তারকৃত ব্লগারের খবর দিয়েছেন। | Mojtaba Saminejad, um blogueiro residente no Irã e ativista dos direitos humanos, nos informa sobres vários outros blogueiros presos. |
22 | সামিনেজাদ বলেছেন যে মহিলা ব্লগার আর মানবাধিকার কর্মী শিভা নাজার আহারি, একজন নারী ব্লগার আর সাংবাদিক মেহেসা আমারাবাদি, কারিম আরগান্দেহপুর, একজন ব্লগার আর সামনের সারির সাংবাদিক আর আমাদ বাহারভার সকলকে ধরা হয়েছে। | Saminejad diz que Shiva Nazar Ahari, blogueira e ativista dos direitos humanos, Mehesa Amarabadi, blogueira e jornalista, Karim Argandehpour, blogueiro e editor-chefe e Amad Baharvar foram todos detidos. |
23 | এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে। | Até o momento não há informações sobre as acusações contra estes blogueiros. |