Sentence alignment for gv-ben-20120604-27454.xml (html) - gv-por-20120531-31926.xml (html)

#benpor
1কাতার: শপিং মল এ প্রাণঘাতী অগ্নিকাণ্ডCatar: Incêndio Mortal em Shopping Center
2২৮ মে তারিখে দোহা'র ভিলাজিও মল এ একটি ছড়িয়ে পড়া অগ্নিকান্ডে উনিশ জন মারা যান যাদের মধ্যে তের জন শিশু।Em 28 de maio de 2012, um incêndio [en] no centro comercial Villaggio Mall [en], em Doha, deixou 19 mortos, sendo 13 crianças.
3এ ছাড়াও সতের জন আহত হন।Outras 17 pessoas ficaram feridas.
4শিশুরা মলটির একটি নার্সারীতে আটকা পড়ে এবং চারজন শিক্ষকসহ তারা ধোঁয়াতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।As crianças ficaram presas na enfermaria do shopping center e elas, juntamente com 4 professores, morreram intoxicadas com a fumaça.
5দু'জন অগ্নিনির্বাপণকর্মী তাদের উদ্ধার করতে গিয়ে মারা যান।Dois bombeiros morreram [en] ao tentarem salvá-los.
6নিহতদের মধ্যে ফ্রান্স, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সাউথ আফ্রিকা এবং স্পেন সহ বিভিন্ন দেশের লোক রয়েছে।As vítimas eram naturais de vários países, incluindo França, Nova Zelândia, Filipinas, África do Sul e Espanha.
7কি ঘটেছিল?O que aconteceu?
8কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন :O Ministro do Interior do Catar reportou:
9@এম ও আই_ কাতার এন: মন্ত্রী বলেন, উদ্ধারকারী পুলিশ খবর পাওয়ার এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় এবং সিভিল ডিফেন্স টীম দুই মিনিট পর পৌঁছায়।O Ministro declarou que o Resgate chegou ao local um minuto após ser informado e a equipe da Defesa Civil chegou depois de dois minutos.
10@এম ও আই_ কাতার এন: কিন্তু ভিলাজিও এর ফ্লোর গুলো পরিকল্পিত না হওয়ায় ঘন ধোঁয়া ও তাপ এবং পানির স্প্রিংকলার সিস্টেম ঠিকমত কাজ না করায় উদ্ধার কাজ বাঁধাপ্রাপ্ত হয়।Mas a falta de plantas baixas do local, a presença de fumaça densa e calor, além do falho sistema de combate a incêndios, dificultaram o trabalho das equipes de resgate no Villaggio.
11@এম ও আই_ কাতার এন: শিশুরা যে ভেতরে আটকা পড়েছে এটা অনেক পরে জানানো হয় এবং শেষ পর্যন্ত অগ্নিনির্বাপণকর্মীরা সিলিং দিয়ে সেখানে যেতে চেয়েছিল।Apenas posteriormente informou-se que havia crianças presas no local e então os bombeiros tiveram que entrar pela cobertura.
12ভিলাজিও মল থেকে আগুন আসছে এরকম একটি ছবি পোস্ট করেন @লিভিং দোহাFumaça saindo do Villaggio Mall. Foto por @LivinginDoha.
13দোহা অধিবাসী ক্রিস্টি রাইস তার ব্লগে বিস্তারিত বর্ণনা করেন:Kirsty Rice, moradora de Doha, deu mais detalhes [en] em seu blog:
14আজকের দিনটি দোহা'র একটি কালো দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।Hoje pode ser muito bem lembrado como um dos piores dias de Doha.
15তাদের জন্য যারা বন্ধু ও পরিবারের কাছে বলত যে শিশু লালন পালনের জন্য দোহা নিরাপদ স্থান, সম্ভবত আজকের দিনটি এই নির্ভরযোগ্যতা হারানোর জন্য স্মরণীয় হয়ে থাকবে।Para aqueles que disseram a amigos e família que Doha é um lugar incrivelmente seguro para se criar os filhos, hoje talvez será lembrado como o dia em que essa inocência foi perdida.
16আমরাও এই সম্প্রদায়েরই যেমন আমার বন্ধু ইরিকা বলছিল আমরা আজ “বিষাদে অসাড়”।Nossa comunidade está, como disse minha amiga Erika esta tarde, “paralisada pela tristeza”.
17[…] তের শিশু নার্সারীতে আটকা পড়েছিল, আগুনের তাপে তাদের বের হওয়ার সিঁড়ি ধ্বসে পড়ে।[…] Treze crianças ficaram presas na enfermaria, acredita-se que a saída, uma escada, tenha desabado com o calor das chamas.
18ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত তা এখন নিশ্চিত হওয়া গেছে।O foco do incêndio ainda não foi confirmado.
19নার্সারীটি ছিল মলের ভিতরে, এমন একটা করিডোর দিয়ে সেখানে যেতে হয় যেন একটা খরগোশের গর্ত।A enfermaria ficava no interior do centro comercial, o que quer dizer que você tinha que andar por um verdadeiro labirinto de corredores para chegar lá.
20আমার যেটা মনে হয়, অগ্নিনির্বাপণকর্মীরা যখন সেখানে পৌঁছায় তারা ধারণা করে এটা প্রবেশযোগ্য নয় এবং প্রবেশ বিপদজনক। তারা অন্য উপায়ে সিলিং দিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়।Pelo que entendi, quando os bombeiros chegaram a esses corredores, perceberam que eles eram impenetráveis e muito perigosos para se percorrer, então decidiram que o único caminho alternativo seria pela cobertura do shopping.
21যখন গর্ত কাটা হয় তখন অনেক দেরি হয়ে গেছে, তারা আর নেই।Quando conseguiram abrir um buraco no teto, já era tarde demais.
22তেরটি সুন্দর শিশু, চারজন শিক্ষক এবং দু'জন অগ্নিনির্বাপণকর্মী, শ্বাসরুদ্ধকর ধোঁয়া বিল্ডিং এর মধ্যে তাদের ছোট শরীরকে আত্মাশুণ্য করে দেয়।Treze lindas crianças, quatro professores e dois bombeiros. A inalação de fumaça fez com que seus corpos fossem carregados sem vida para fora do prédio.
23এই ভিডিও তে সাংবাদিকতার ছাত্র উসামা অ্যালোনি(উসামাহ২২৯০) প্রত্যক্ষদর্শীদের সাক্ষাতকার গ্রহণ করেন এবং উদ্ধার তৎপরতা চিত্রায়ন করেন (হৃদয়বিদারক চিত্র):Neste vídeo [en], o estudante de jornalismo Usama Alony (usamaah2290) entrevistou testemunhas e filmou os esforços de resgate (ele nota que alguns espectadores podem achar as imagens fortes):
24নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে?Requisitos de segurança
25প্রত্যক্ষদর্শীরা জানান ভিলাজিও মলে কোন ফায়ার অ্যালার্ম কিংবা স্প্রিংকলার ছিল না।Testemunhas reportaram [en] que não havia alarmes nem rociadores de incêndio em operação no Villaggio Mall.
26ন্যানো তার বিস্ময় প্রকাশ করেন এভাবে:Nano expressou sua surpresa:
27@ফারমরেনো : এটা সত্যিই অবিশ্বাস্য ভিলাজিও'র মত লাক্সারী শপ কল্পনাই করা যেত না, কিন্তু এখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করে নি #ভিলাজিও #কাতারÉ inacreditável que o Villaggio tenha as melhores lojas luxuosas que se pode imaginar, mas que os sistemas de combate a incêndios não tenham funcionado
28রায়েদ আল এমাদি রাগান্বিত হয়ে টুইট করেন:Raed Al Emadi tuitou com raiva:
29@রা_এদ : আমি একজন কাতারী এবং স্বার্থপর ব্যবসায়ী যে ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। #কাতার #ভিলাজিওSou catari e empresas egoístas que não levam em conta a segurança dos consumidores não me representam!
30ভ্যানিশ ফরএভার এর করা নিচের ভিডিওতে তিনি একজন রেষ্টুরেন্ট কর্মীর সাক্ষাৎকার নেন, যেখানে সে বলে যে সে চার বছর ধরে ভিলাজিও তে কাজ করছে কিন্তু কখনোই কোন ফায়ার ড্রিল বা প্রশিক্ষণের আহবান পায়নি।O seguinte vídeo [en] por TheVanishforever mostra uma entrevista com uma funcionária de um restaurante, que diz que, nos quatro anos em que trabalhou no Villaggio, não podia se lembrar de quaisquer treinamentos contra incêndio:
31http://www.youtube.com/watch?http://www.youtube.com/watch?
32v=8kRQ2bLtsTgv=8kRQ2bLtsTg
33স্থানীয় মিডিয়া কোথায় ছিল?Onde está a mídia local?
34দোহার অধিবাসীরা স্থানীয় মিডিয়ার উপর ক্রোধান্বিত। কারন তারা অগ্নিকাণ্ডের ঘটনাকে গুরুত্ব দেয়নি এবং আপডেট পরিবেশন করেনি।Os habitantes de Doha estavam furiosos com o fato da mídia local ter ignorado o incêndio, não apresentando nenhuma atualização sobre o ocorrido.
35সাউথ আফ্রিকান বিলাল রেন্ডারি কভারেজ করতে ব্যর্থ হওয়ায় স্থানীয় রেডিওর সমালোচনা করে বলেন:O sulafricano Bilal Randeree criticou a falta de cobertura no rádio local:
36@হালাল কমেডি: ভিলাজিও অগ্নিকান্ডের সময় জ্যামে আটকে পড়ায় কিউবিএস রেডিও স্বামী স্ত্রীকে চুম্বন করছে এইসব শুনতে বাধ্য করে।Preso no trânsito por causa do incêndio no #Villaggio e forçado a ouvir à rádio QBS falar sobre maridos que traem beijando suas amantes!
37#অকুপাইকিউবিএস#ocupeQBS
38লিবিয়া থেকে হামিদ আল জাজিরার কাতার নেটওয়ার্ক সম্বন্ধে জিজ্ঞেস করেন:Da Líbia, Hamid questionou a rede catari Al Jazeera:
39@২০১১ফেব১৭: ও প্রিয়, সারা বিশ্বে হাজারো রিপোর্টার আছেন আল জাজিরার তাদের একজনকে দোহায় নিয়োগ করতে ভুলে গেছেন?Ó ceus, com os milhares de repórteres que a Al Jazeera tem ao redor do mundo, esqueceram de colocar um em Doha?
40#ভিলাজিও অগ্নিকাণ্ডের খবর নিষ্প্রদীপ!Apagão de notícias do #IncêndioVillaggio!
41আল জাজিরা ইংরেজি অনলাইনের প্রযোজক বেন পিভেব অন্যদের মত ব্লগ, দোহা নিউজ কে কভারেজের জন্য ধন্যবাদ দেন ।O produtor de conteúdo digital em inglês da Al Jazeera, Ben Piven, como muitos outros, reconheceu a cobertura [en] do blog Doha News [en]:
42@বেনপিভেন: #ভিলাজিও অগ্নিকাণ্ডের তথ্যের একমাত্র বিশ্বস্ত সূত্র @ দোহানিউজ।Doha News é a única fonte com informações reais sobre o #IncêndioVillaggio.
43বৃহৎ মলের অগ্নিকাণ্ডে জনগনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবর কভারেজ দিতে স্থানীয় মিডিয়া ব্যর্থ হয়েছে।Grande falta de cobertura pela mídia local depois de falha na segurança pública em imenso incêndio.
44কাতারের সংবাদপত্র পেনিনসুলা অগ্নিকান্ডের খবর মিডিয়া রিপোর্ট করতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করে “New media trumps the traditional” শীর্ষক একটি নিবন্ধ প্রকাশ করেন।O jornal catari The Peninsula reconheceu o papel que a mídia cidadã teve em reportar o incêndio num artigo intitulado “New media trumps the traditional” [en].
45#দোহার একক কম্যুনিটি হিসেবে শোক প্রকাশLamentando pelas vítimas como #OneCommunityDoha (“Uma Comunidade Doha”)
46কাতারে বসবাসকারী বিদেশী নাগরিক যারা ভিলাজিও অগ্নিকাণ্ডে নিহত তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এস্পায়ার পার্কে গণ জমায়েতের উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করা হয়।Há planos para um encontro [en] no Aspire Park em Doha em 29 de maio para apoiar as famílias que perderam seus entes queridos no incêndio do Villaggio.
47কাতারীরা দ্রুত সে বিষয়ে তাঁদের সমর্থন জানান।Enquanto as vítimas eram todas estrangeiras residentes no Catar, os cataris rapidamente ofereceram seu apoio.
48টুইটার ব্যবহারকারী কাতারিয়া ৭৮ টুইট করেন:A usuária do Twitter Qataria78 disse:
49@কাতারিয়া ৭৮ : শুভ সকাল, একটি দিন চলে গেছে কিন্তু তোমরা সব সময় আমাদের মনে ছিলে, তোমাদের চলে যাওয়ার ব্যাথা মা'রা অনুভব করছেন।Bom dia, um dia se passou mas vocês estarão sempre em nossas mentes.
50#ভিলাজিও #ভিলাজিও অগ্নিকাণ্ডMães, nós sentimos a dor que vocês estão passando
51আবদুল্লাহ আলী আলমান্নাই জিজ্ঞেস করেন:Abdulla Ali Almannai perguntou:
52@আব্দুল্লাহ আল্মান্নাই: যদি আপনি জানেন কিভাবে স্বজনহারা পরিবারের কাছে পৌঁছাতে হয় তাহলে দয়া করে বলবেন কাতারের জনগণ তাদের কাছে যেতে চায়।Se você sabe como chegar às famílias que perderam seus entes queridos, por favor compartilhe // os cataris querem chegar a essas famílias
53এফ কুয়ারী টুইট করেন:And Fatima Al Kuwari tuitou:
54@এফকুয়ারি: এই ভূ-খন্ডের প্রত্যেক আত্মাই আমাদের একজন। কাতারী কিংবা কাতারী নন আমরা প্রত্যেকেই একই সমাজের।Cada alma nesta terra é um de nós, catari ou não-catari, somos todos uma sociedade.
55আরআইপি # ভিলাজিও অগ্নিকাণ্ডের বলিDescansem em paz.