Sentence alignment for gv-ben-20120321-23570.xml (html) - gv-por-20120404-28903.xml (html)

#benpor
1মার্কিন যুক্তরাষ্ট্র: কলম্বিয়ান ছাত্রীর মামলায় অভিবাসন বিতর্কEstados Unidos: Caso de Estudante Colombiana Revive Debate Sobre Imigração
2সাম্প্রতিককালে মায়ামির কলম্বিয়ান ছাত্রী দানিয়েলা পেলায়েজ খবরের শিরোনাম হয়েছেন। কারণ তিনি খুবই উজ্জ্বল ভবিষ্যতের অধিকারিণী আরো একজন ছাত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে যার কোনো আইনী বৈধতা নেই।Daniela Peláez é uma estudante colombiana radicada em Miami que ganhou as manchetes recentemente como outro caso de alunos com um futuro extremamente brilhante, mas sem status legal nos Estados Unidos.
3বর্তমানে ১৮ বছর বয়েসী এবং উত্তর মায়ামি হাইস্কুলে ক্লাশে প্রথম হওয়া পেলেইজ মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন চার বছর বয়সে, তার বাবা-মায়ের ট্যুরিস্ট ভিসার মাধ্যামে, যে কারণে পরবর্তীতে সে প্রত্যাবাসন আদেশ লাভ করে।Atualmente com 18 anos e a primeiro lugar em sua classe na North High School Miami, Peláez chegou aos Estados Unidos com quatro anos de idade, no tempo em que seus pais foram ao país com vistos de turista, e por isso Daniela recebeu anos mais tarde uma ordem de deportação.
4তবুও পেলেইজ তাৎক্ষণিকভাবে জনগণের সমর্থনসহ তার স্কুলের প্রিন্সিপাল ও ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্থানীয় কংগ্রেস সদস্য মার্কো রুবিও এবং ইলিয়েনো রস-লেহতিনেনের সমর্থন লাভ করেন।No entanto, Peláez contou com imediato apoio do público em geral, do diretor e dos alunos de sua escola até dos parlamentares locais, como Marco Rubio e Ileano Ros-Lehtinen.
5৬ই মার্চ তিনি তার বোনের মতোই জাতীয় নিরাপত্তা বিভাগ থেকে ক্ষমা পেয়ে গেলে শিশুকালে যুক্তরাষ্ট্রে আসা হাজার হাজার অল্পবয়েসী জনগণের অভিবাসী মর্যাদা সংক্রান্ত বিতর্ক আবার শুরু হয়। কারণ যেখানে তারা বেড়ে উঠেছে, এখন সেখানে তারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি সমস্যার সম্মুখীন।Ela, tanto quanto sua irmã, Dayana, receberam o perdão do Departamento de Segurança Nacional em 6 de março, reabrindo o debate sobre o status migratório de milhares de jovens que chegaram nos Estados Unidos com pouca idade, cresceram e agora enfrentam dificuldades para entrar em instituições de ensino superior.
6পেলেইজের ঘটনাটি ইতোমধ্যে বিতর্কিত অভিবাসী ব্যবস্থাটি নিয়ে শুধুমাত্র নতুনভাবে ভাবিয়েছে তা নয় বরং ড্রীম এ্যাক্টের মতো কংগ্রেসে উত্থাপিত বিলগুলোর দিতে পারা সমাধান বিবেচনার সুযোগও সৃষ্টি করেছে, যার মাধ্যমে বিলটির সময়কালের পাঁচ বছর আগে থেকে বসবাসরত এবং ভাল নৈতিক চরিত্রের অধিকারী পিতা-মাতার সন্তান, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া হাইস্কুল গ্র্যাজুয়েটদের শর্তসাপেক্ষে স্থায়ী বসবাসের অনুমতি দেয়া হতে পারে।O caso Peláez não é apenas uma brecha num sistema de imigração questionável; ele também oferece uma nova oportunidade para pensar em soluções que as leis no Congresso podem proporcionar, como o DREAM Act [en], que teria concedido residência permanente condicional aos diplomados do ensino médio nascidos nos Estados Unidos com os pais em situação irregular que têm mostrado “bom caráter moral” e tenham vivido aqui por cinco anos antes da aprovação da lei.
7তার উপর, পেলেইজ নিজে স্টারস এ্যাক্ট নামের আরেকটি বিলের খসড়া তৈরীতে সাহায্য করেছে। ড্রীম এ্যাক্টের বিপরীতধর্মী এই এ্যাক্ট হাইস্কুল শেষ করার পর কলেজে প্রবেশের জন্যে অতিরিক্ত ছয় মাস সময় দিবে।Além disso, um projeto de lei que Peláez ajudou a criar, o STARS Act [en], o qual, diferentemente do DREAM Act, concederia um período de carência de seis meses após terminar o colegial para depois entrar na faculdade.
8দানিয়েলা পেলেইজ মামলায় অভিবাসন বিতর্কের পুনর্জন্ম।O debate sobre a imigração é reavivado com o caso Daniel Pelaez'.
9ছবি লংআইলান্ডউয়িনস থেকে (সিসি বাই-২.Foto de longislandwins (CC BY-2.
10০) ব্লগ এল তার্সার রিয়েল [স্প্যানিশ ভাষায়] পেলেইজ মামলার ফলে অভিবাসনের বিষয়টি আবার বিবেচনার আহবান জানিয়েছেন:0) O blog El Tercer Riel [es] clama a revisitação do tópico da imigração com o caso de Daniela Pelaez:
11পেলেইজ মামলাটি অভিবাসন বিষয়ক আলোচনায় আরো মনোযোগ আনার ব্যাপারে আমাদের সচেতনতা বাড়ানো উচিৎ।O caso da jovem Daniela Peláez deve servir para conscientizar-nos sobre a necessidade de trazer um tom sério para discussão sobre migração.
12এই আলোচনার প্রথম ধাপটি হল সাম্প্রতিক হাস্যকর আইনী প্রস্তাব ড্রীম এ্যাক্টের পিছনের মহান আদর্শের মুখোশ উন্মোচন করা, যা এর নামটিকে কলঙ্কিত করেছে।O primeiro passo necessário nesta discussão é separar a nobreza da idéia por trás do DREAM Act do ridículo das recentes propostas legislativas”, que manchou seu nome.
13ব্লগ ইউক্যারিও ই সু কমেন্তারিও [স্প্যানিশ ভাষায়] অভিবাসী হওয়া সত্ত্বেও এমন বুদ্ধিমত্তা ও চেষ্টার জন্যে পেলেইজের মতো ছাত্র-ছাত্রীদের ক্ষতিপূরণ দেয়া উচিৎ বলে উল্লেখ করেছেন :O blog Eucario y su comentario [es] nota que os alunos como Peláez devem ser compensados pela sua inteligência e esforço independente de seu status migratório:
14একটি ন্যায় বিচার আবারো দ্রুত আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখিয়ে দিয়েছে যেন এখন থেকে দানিয়েলার মতো, যার লক্ষ্য ছিল এবং থাকবে পর্যাপ্ত শিক্ষা গ্রহণ করার মাধ্যমে তার বুদ্ধিমত্তা ও জ্ঞান দিয়ে সে যেই দেশে শিক্ষা গ্রহণ করেছে যেন সেই দেশের সেবা করতে পারে, এমন ছাত্র-ছাত্রীদের আশা, প্রচেষ্টা এবং একাগ্রতা যেন বিপর্যস্ত না হয়।Um ato de justiça que uma vez mais demonstra a necessidade urgente que se façam leis com prontidão para que a partir de agora não frustren as ilusões, o esforço, a dedicação de estudantes como Daniel cujo propósito foi e será conseguir uma educação adequada que permita aportar sua inteligência e conhecimento a serviço do país em que foi educada.
15টুইটগুলো শধু যে পেলেইজের বিষয়টিই বলছে এমন নয়, ড্রীম এ্যাক্টটি আবার বিবেচনার প্রয়োজনীয়তার কথাও বলছে, যেমন মার্কিন যুক্তরাস্ট্রের শিক্ষামন্ত্রী আর্ণে ডানকান (@আর্ণেডানকান) বলেছেন:Os tweets não fazem apenas referência a Peláez, mas também à necessidade de revisitar o DREAM Act, tal como Arne Duncan (@arneduncan), Secretária de Educação dos EUA, menciona:
16আমাদের ড্রীম এ্যাক্টটি পাশ করাতে হবে। এটাই ঠিক কাজ এবং আমরা মেধাবী, পরিশ্রমী ছাত্র-ছাত্রীদের শিক্ষাকে অস্বীকার করার মতো বিলাসিতা করতে পারি না।Nós temos que aprovar a DREAM Act. É a coisa certa a fazer & não podemos nos dar ao luxo de negar educação para talentosos, esforçados alunos.
17ভেরোনিক এম (@ভিএমব্লগার)পেলেইজের মতো ছাত্র-ছাত্রীদের মার্কিন যুক্তরাস্ট্রের ভবিষ্যত মনে করেন:Veronique M (@VMblogger) considera que estudantes como Peláez representam o futuro dos Estados Unidos:
18আরটি @ভক্সিনিউজ: ড্রীম এ্যাক্টটি অগ্রাধিকারযোগ্য, কারণ মায়ামি বিদায়ীর মতো প্রত্যাবাসনের সম্মুখীন বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ http://j.mp/AbRbl1#ল্যাটিজমRT @VoxxiNews: DREAM Act é prioridade porque jovens como os concludentes de Miami, enfrentando as leis de deportação, são o nosso futuro http://j.mp/AbRbl1 #latism
19সিনেটর হ্যারি রিড (@সিনেটররিড) পেলেইজের সঙ্গে দেখা করার পর, ড্রীম এ্যাক্টটি অনুমোদনের আশ্বাস দিয়েছেন:O senador Harry Reid (@SenatorReid) prometeu aprovar o DREAM Act após um encontro com Peláez:
20আমি অনূপ্রেরণীয় #মিয়ামি#স্বপ্নবাজ পেলেইজের সঙ্গে কথা বলেছি এবং আমি তাকে বলেছি যে আমি ড্রীমএ্যাক্টhttp://yfrog.com/g0ltwxrj-এর প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধEu falei com Daniela Pelaez, uma inspiração #Miami#DREAMER, e eu disse a ela que estou totalmente comprometido com #DreamActhttp://yfrog.com/g0ltwxrj
21হোসে দান্তে পারা (@জেডিপারাসিনেট)বিশেষভাবে তুলে ধরেছেন যা তিনি সিনেটর মার্কো রুবিওর দ্বিচারিতা [স্প্যানিশ ভাষায়] মনে করেন:Jose Dante Parra (@jdparraSenate) destaca o que ele considera sobre o Senador Marco Rubio [es]:
22রুবিও দানিয়েলা পেলেইজের সঙ্গে যোগ দিয়েছেন।Rubio se reúne com Daniela Pelaez.
23তিনি বলেছেন তিনি তাকে সমর্থন করেন।Ele diz que irá ajudá-la.
24তিনি #ড্রীমএ্যাক্ট বিরোধী, একথা ডাব্লিউটিভিযে-মিয়ামিকে বলার পর?Após fala ao WTVJ-Miami que ele é contrário ao #DREAMACT?
25দ্বৈত-ব্যক্তিত্ব?Dupla personalidade?
26#ল্যাটিজম#latism
27সবশেষে, ৩য় কার্লোস মেনডোজা (@এডুকেটরমিউজিং) পেলেইজকে (সময়) বাড়িয়ে দেয়ায় আনন্দ প্রকাশ করেন:Finalmente, Carlos Mendoza III (@EducatorMusing) expressou sua felicidade com a prorrogação concedida a Peláez:
28তোমার জন্যে খুশী।Fico feliz por você.
29শুভেচ্ছা #এডচ্যাট#ইন হাইস্কুল বিদায়ী দানিয়েলা পেলেইজ যার প্রত্যাবাসন দু'বছরের জন্যে সাময়িকভাবে স্থগিত http://j.mp/w4huqUOs melhores votos #edchat#in H.S. Valedictorian Daniela Pelaez Granted Temporary Two-Year Stay Of Deportation http://j.mp/w4huqU