# | ben | por |
---|
1 | স্পেনঃ বিশ্ব বিপ্লবের বসন্তে শিল্পও প্রস্ফুটিত হয়েছে | Espanha: As Artes Florescem na Primavera Global |
2 | এই পোস্টটি ইউরোপ সঙ্কটের উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Este post faz parte de nossa cobertura especial Europa em Crise. |
3 | ১২ মে (১২এম) থেকে ১৫ মে (১৫ এম) [স্প্যানিশ ভাষায়], স্পেন রাস্তায় এক সামাজিক আন্দোলন অনুষ্ঠিত হয়, ব্যাংকের নিয়ন্ত্রণের প্রতিবাদে এবং এমন এক পদ্ধতির জন্য যা কিনা আরো বেশী গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ। | De 12 de Maio (12M) a 15 de Maio (15M) [es], a Espanha vivenciou uma movimentação social nas ruas para protestar pelo controle de bancos e exigir um sistema que seja mais democrático, participativo e justo. |
4 | একদিকে যখন বিক্ষোভের সময় এবং সাধারণের অতৃপ্তির বৃদ্ধি ঘটেছে, তখন অপরদিকে ১৫এম নামক আন্দোলন তার লক্ষ্য অর্জন করেছে, আকারে বড় হয়ে এবং রাস্তায় থেকে গিয়ে। | Com a expansão das manifestações e do descontentamento geral, o movimento 15M alcançou seu objetivo de crescer e de permanecer nas ruas. |
5 | নাগরিকরা যৌথ দল, গণ সভা, কমিশন এবং কর্মী দল তৈরীর মাধ্যমে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যা কিনা যে কোন বিষয়ের উপর বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ করে দিয়েছে। এই বিষয়টি নাগরিকদের উপর প্রভাব সৃষ্টি করবে এবং এই নিয়ে সহযোগিতার বিষয়টি চলতে থাকবে। | Coletivos cidadãos continuam a atuar por meio de assembleias populares, comissões e grupos de trabalho, que possibilitam o debate de tópicos que afetam as pessoas e que põem ações de cooperação em prática. |
6 | বিশ্বের অনেক দেশ স্প্যানিয়ার্ডের ইনডিগনান্ট আন্দোলন দ্বারা অনুপ্রাণিত, এবং গত বছর ১৫ অক্টোবরে বিক্ষোভ তাঁর বৈশ্বিক চেহারায় প্রতিবাদ চালিয়ে যায়, যে আন্দোলন বিশ্বের ৮২টি দেশের ৯০০টি শহরে একই সাথে অনুষ্ঠিত হয়। | Muitos países foram inspirados pelos “indignados” espanhóis, e os protestos demonstraram seu caráter global em 15 de Outubro do ano passado, com manifestações em mais de 900 cidades em 82 países. |
7 | এই আন্দোলন ১২ মে ২০১২ তারিখে আরো একবার স্পেন এবং বিশ্বজুড়ে বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করে। | Em 12 de Maio de 2012, manifestações foram organizadas novamente por toda a Espanha e no mundo. |
8 | ১৫এম (১৫ মে) তারিখে শিল্পও প্রস্ফুটিত হয়েছে। | As artes encontram terreno fértil com o 15M. |
9 | ব্লগ ভসেস কন ফিউচরা [স্প্যানিশ ভাষায়] (ভবিষ্যৎ-এর একটি কণ্ঠস্বর) বেশ উল্লেখযোগ্য সংখ্যক পোস্টার প্রকাশ করেছে, যে সব পোস্টারের সৃষ্টিকারীর নাম প্রকাশ না করে। | O blog Voces con Futura [es] (Vozes com Futuro) publica grande parte dos cartazes anônimos que enchem as praças durante os protestos. |
10 | বিক্ষোভের সময় উক্ত এলাকা (প্লাজা) এই সব পোস্টারে পূর্ণ হয়ে গিয়েছিল। এই ব্লগের লেখিকা একজন ডিজাইনার যিনি প্রবাসী এবং তিনি নাম গোপন রাখতে আগ্রহী এবং তিনি তাঁর সৃষ্টিশীল প্রতিভাকে সেই দিকে পরিচালিত করতে চান, যা ইনডিগনান্ট আন্দোলন এর কারণে সৃষ্ট। | A autoria desse blog é de uma designer espanhola que mora no exterior e que prefere manter seu anonimato e dedicar sua atenção ao talento criativo que floresceu, como desdobramento do movimento indignado. |
11 | ১৫এম এর প্রথম বার্ষিকীর স্মরণে ১২ এম থেকে ১৫ এম নামক অনুষ্ঠানে এবং সবাইকে আবার রাস্তায় নেমে আসার আহ্বান জানানোর জন্য # একাম্পাদা সোল [স্প্যানিশ ভাষায়] ধারাবাহিক কিছু অসাধারণ পোস্টার প্রকাশ করেছে, যা প্রতিবাদের অনেকগুলো কারণ উন্মোচন করেছে। | Para comemorar o primeiro aniversário dos eventos 12M-15M e para convidar a todos para as ruas novamente, o blog #Acampadasol [es] publicou uma série de cartazes incríveis que ressaltam muitos dos motivos de protestar. |
12 | এখানে আমরা এই আন্দোলনের কিছু সুন্দর এবং সৃষ্টিশীল পোস্টার তুলে ধরছিঃ | Partilhamos aqui alguns desses cartazes bonitos e criativos: |
13 | " আরেকটি বিশ্ব সম্ভব" | "Outro mundo é possível" |
14 | "স্কোয়ার রয়ে গেছি" | "Nós permanecemos nas praças" |
15 | " যদি আপনারা চুরি করেন, তাহলে শাসন করবেন না; | "Se roubas, não governes" |
16 | " আমরা সংস্কার চাই না… আমরা ভিন্ন এক পদ্ধতি চাই; | "Não queremos reformas, queremos outro sistema" |
17 | এই পোস্টে ব্যবহৃত সকল ছবি সিসি বাই ৩. ০ লাইসেন্স-এর অধীনে ব্যবহার করা হইয়াছে। | Todas as imagens foram publicadas sob licença CC BY 3.0. |
18 | এই পোস্টটি ইউরোপ সঙ্কটের উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Este post faz parte de nossa cobertura especial Europa em Crise. |