Sentence alignment for gv-ben-20090312-1940.xml (html) - gv-por-20090306-2040.xml (html)

#benpor
1আমেরিকা: জেল থেকে ব্লগিংEUA: Blogando desde a prisão
2ভূতপূর্ব কয়েদী স্যাম স্ট্যানফিল্ড ইজিন আর্টিকেলস জেলের জীবনের সাথে অভ্যস্ত হওয়ার কিছু উপায় জানিয়েছেন যেমন বই পড়া, কার্ড খেলা বা নতুন কোন কাজ শেখা।Ler livros, jogar cartas, ou aprender coisas novas, são algumas das dicas de como lidar com ir para a prisão [en] oferecidas pelo ex-detento Sam Stanfield em Ezine @rticles.
3তবে এখন আমেরিকা জুড়ে যেসব পূর্ণবয়স্ক কয়েদী আছে তাদের ১০০ জন মধ্যে ১ জন ব্লগিং করেও এখন সময় কাটাতে পারবেন - অন্তত বাইরে কম্পিউটার আছে এমন একজনের মাধ্যমে।Mas para 1 de 100 adultos em prisões pelos EUA, outro passatempo pode ser blogar - pelo menos por via de alguém do lado de fora com um computador.
4জেল থেকে ব্লগিং ক্রমেই প্রচলিত হচ্ছে এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে।Blogar desde a prisão está tornando-se uma prática mais e mais difundida.
5শন এটউডShaun Attwood
6গত বছর শেষের দিকে, তিনি একটি চিঠি পান ‘যাবজ্জীবন' কারাদন্ড প্রাপ্ত রেনের কাছ থেকে। তরুণী বয়স থেকে তিনি আরিজোনার একটা জেলে ৬০ বছরের সাজা ভোগ করছেন।Shaun Atwood, um ex-prisioneiro, agora mantém um blog chamado Jon's Jail Journal [en], no qual ele publica cartas de americanos na prisão.
7রেনে লিখেছেন যে তিনি কাজ করেন আর স্কুলে যান, আর অন্যান্য জেলের ঘটনাও ব্যাখ্যা করেন।No final do ano passado, ele recebeu uma carta da “perpétua” Renee, condenada a passar 60 anos numa prisão no Arizona quando era apenas adolescente.
8“আপনি জিজ্ঞাসা করেছেন আমি চৌমিন (খাবার) এর ব্যাপারে কি ভাবি।Renee escreve que trabalha e vai à escola, e também descreve outros acontecimentos da prisão.
9এটা আমাকে হাঁসিয়েছে।“Você perguntou o quê eu penso da ração.
10আমি রান্না ঘরে খেতে পারিনা।Ah isso me fez rir.
11আমি দেখেছি তারা সুপ থেকে তেলাপোকা বের করে ফেলে দিয়ে তাই আবার পরিবেশন করছে।Eu não posso comer na cozinha. Eu vi eles tirarem uma barata da sopa e continuar servindo.
12আমি দেখেছি ট্রেগুলো উঠানে পড়ে থাকে আর পায়রারা তা থেকে খায়।Eu vi as bandejas no pátio e os pombos comendo nelas.
13কাঁচা মুরগি খোলা পড়ে আছে।Frango cru jogado por aí sem estar coberto.
14আমি এতে মুষড়ে পরি।”Isso me deixa doente.”
15শ্যানন পার্কShannon Park
16“আরিজোনার সাংসদ আর কর প্রদানকারীদের দেয়া সাধারণ বিশ্বাস আর তথ্যের বৈপরীত্যে এডিওসিতে সিও২ পদের কমতি আছে।Também no Arizona, está Shannon Park, um escritor e ativista dos direitos humanos.
17এত কম যে একটা ইউনিটকে চালানোর মতো সংখ্যক প্রহরী রাখতে অন্য ইউনিট থেকে প্রহরী আনতে হয়।Park escreve em seu blog, Persevering Prison Pages [en], que em seu complexo prisional falta pessoal.
18আর সাংসদরা বর্তমানে কাজ করছেন এডিওসির সিও২ এর সংখ্যা কমিয়ে ৬১৪ করাতে। বেশী ভীড়ের মধ্যে কর্মীর সংখ্যা কম থাকা ক্ষতিকর হতে পারে।“Ao contrário da crença popular e da informação dada aos legisladores e contribuintes do Arizona, faltam os agentes [COII] para as vagas do correcional [ADOC].
19বিশেষ করে এমন জায়গায় যেখানে মাদক, হতাশা, ক্ষুদা ও হিংস্রতা বিদ্যমান আর আসক্তরা বিশ্বাস করে যে তাদের হারানোর কিছু নেই।”Faltam tantos que os guardas são trazidos de outras unidades para manter o número mínimo de guardas para uma unidade continuar funcionando.
20পার্ক অন্য কিছু সেলের সদস্যদের কাজের বর্ণনা করেছেন যার মধ্যে হেরোইনসহ অন্যান্য মাদকের ব্যবহার আছে।E os legisladores estão atualmente no processo de reduzir o número de agentes na corregedoria em 614.
21তিনি বলেছেন কর্মীর অভাবে কয়েদীদের উপর নজর রাখা ও দেখাশোনা ঠিকমত হচ্ছে না।Com o pessoal reduzido enquanto estiver superlotada pode ser prejudicial.
22ফ্রেন্ডস অফ প্রিজনার্স ব্লগে সাম্প্রতিক একটা পোস্ট পাঠকদের কাছে আবেদন করেছে চারজন মানসিকভাবে অসুস্থ বন্দীর সাথে পেন ফ্রেন্ড (চিঠির মাধ্যমে বন্ধু) হওয়ার।
23এই চারজনের একজন উইস্কন্সিনের জেমস স্মাইশার যিনি লিখেছেন তাকে আলাদা করে রাখা হয়েছে:Principalmente em um lugar cheio de drogas, frustração, fome, ódio e viciados que acreditam não ter nada a perder.”
24“যারা খেয়াল করেন, ভালোবাসেন আর অন্যকে বোঝেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।Park segue descrevendo algumas das atividades de outros membros encarceirados, incluindo o uso de heroína e outras drogas.
25আমার বর্তমান অবস্থার কারনে আমি এই মুহুর্তে অনেক চাপে আছি।Ele diz que falta fiscalização por causa da equipe reduzida.
26সপ্তাহে তিনদিন ২৪ ঘন্টা আর সপ্তাহে ৪ দিন ২৩ ঘন্টা একা থাকি আমি। আমার কোন পারিবারিক অবলম্বন, মানসিক অবলম্বন, বন্ধুত্বের অবলম্বন ইত্যাদি নেই।No blog Friends of Prisoners [en], uma publicação recente pede aos leitores para que se tornem amigos de correspondência com quatro prisioneiros que estão mentalmente doentes.
27অনেক লোকের মতো আমি ভুল করেছি আর তার জন্য আমি আর আমার বাচ্চারা ভুগেছি আর আমি আসলে জানিনা কি করতে হবে।Um é James Schmeisser, de Wisconsin, quem escreve que está isolado. “Olá àqueles que se importam, amam e compreendem.
28শয়তান সজাগভাবে আমার জীবনের সব কিছু ধ্বংস করছে।Estou agora sob considerável coibição por causa da minha situação atual.
29এর মধ্যে আমার ভালো মানুষ হওয়ার প্রচেষ্টা, আমার পিঠ আসলেই দেয়ালে ঠেকে গেছে আর আমি মানসিক, মনস্তাত্বিক আর শারীরিকভাবে কষ্ট পাচ্ছি।”Estou isolado por 24 horas por dia, 3 vezes por semana e 23 horas, 4 vezes por semana.
30জেলের ভেতরেও কার্যক্রম চলছে শাক৭ নামে একটা দল দ্বারা, যাদেরকে জেলে দেওয়া হয়েছে কুখ্যাত পশু পরীক্ষার ল্যাব, হান্টিংডন লাইফ সাইন্সেস বন্ধের প্রচারণা করার জন্য।Não tenho apoio familiar, apoio moral, apoio de amigos, etc. Como a maioria das pessoas, cometi erros, e meus filhos e eu sofremos e não sei de verdade o que fazer.
31দলের এক সদস্য, জশ হার্পারের নিজ নামে একটা ব্লগ আছে।O diabo tem ativamente destruído tudo em minha vida.
32তার সাম্প্রতিক পোস্টে তিনি লিখেছেন যে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন, আর অস্বীকার করেছেন জেলকে তার বাড়ী হিসাবে মেনে নিতে।Incluindo minhas tentativas de ser um homem melhor, estou de mãos atadas e estou mesmo sofrendo mental, emocional e fisicamente.”
33“আজ পর্যন্ত দেশ আমার জীবন থেকে দুই বছর চুরি করেছে। ২০০৬ এর ১৬ই নভেম্বর আমি ফেডারেল ডিটেনশন সেন্টারে এসেছিলাম।Ativismo também existe na prisão, com um grupo chamado SHAC7, de pessoas que estiveram presas pela “campanha para fechar o notório laboratório que faz testes em animais, Huntingdon Life Sciences.
34একটা পশুর ল্যাব বন্ধের বিতর্কিত পদ্ধতির বিরুদ্ধে প্রচারণা করায় আমাকে উলঙ করে একটা জাম্পসুট দেয়া হয় আর একটা সেলে ফেলে দেয়া হয়।Um membro do grupo, Josh Harper tem um blog homônimo [en]. Em sua última publicação, escreve que ele continua a lutar, e recusa-se a considerar a prisão como seu lar.
35প্রথম যেসব বন্দীর সাথে আমার দেখা হয় তারা কিছু পরামর্শ দেয়- ভুলে যেতে চেষ্টা করো যে তুমি এখানে।Os primeiros prisioneiros que conheci me deram alguns conselhos - tente esquecer que está aqui.
36সময়ের কথা চিন্তা করবে না।Não pense no tempo.
37খুব চেষ্টা কর বাইরের পৃথিবী সম্পর্কে চিন্তা না করতে।Faça o seu melhor para não se lembrar do mundo lá fora.
38কি ভয়ঙ্কর পরামর্শ!Que péssimo conselho!
39যদিও আমার জীবন কঠিন হতে পারে, আমি আশ্বস্ত যে আমি আমার শ্বাসরুদ্ধকর অবস্থাতেও ফুঁসছি।Mesmo que possa tornar minha vida mais difícil, fico aliviado de ainda ser desconfiado na cela.
40আমি কখনই একজন গৃহপালিত লোক হতে চাইনা যে ক্রমে গরাদ আর কাটাতার দেখা বন্ধ করে এই জায়গাকে নিজের বাড়ি ভাবতে শুরু করে।Nunca quero ser um dos colegas completamente domesticados que param lentamente vendo as barras e o arame farpado e começam a considerar este lugar como seu lar.
41আমি সমস্ত অনুভূতি দিয়ে জেলকে ঘৃণা করি।Eu odeio a prisão com vontade.
42এই ঘৃণা আমাকে জানায় যে আমি এখনো পাগল হইনি।”Isso me faz saber que ainda estou são.”