# | ben | por |
---|
1 | আফগানিস্তান: ছবিতে ভোটের দিন | Afeganistão: Eleições em imagens |
2 | লক্ষ লক্ষ আফগান ২০ আগস্ট দেশটিতে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেয়। আফগানিস্তানে এই নিয়ে দ্বিতীয় বারের মতো এ ধরনের নির্বাচন অনুষ্ঠিত হল। | Milhões de afegãos votaram na quinta-feira, 20 de agosto, na segunda eleição presidencial de toda a história do país. |
3 | এসোসিয়েট প্রেস অনুসারে এই নির্বাচনের ফলাফল সেপ্টেম্বরের আগে প্রকাশ করা হবে না। নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠার কারণে ফল প্রকাশে এত দেরি হচ্ছে। | Segundo a Associated Press [en], os resultados não serão anunciados até o final de setembro, após a investigação das alegações de fraude. |
4 | ইতোমধ্যে বেশ কিছু ব্লগার নির্বাচনের দিনে তাদের অনুভূতি, অভিজ্ঞতা, আগ্রহ ও আশার বিষয়গুলো সবার সাথে শেয়ার করেছে। | Vários blogueiros compartilharam [en] seus sentimentos, experiências, preocupações e esperanças no dia da eleição. |
5 | যে সমস্ত ব্লগার ছবি প্রকাশ করে তারা এই দিনটিকে অবিস্মরণীয় করে রাখার জন্য ছবি প্রদর্শন করেছে। ছবিতে রয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতি, ভোটারদের আগ্রহ এবং উদ্বিগ্নতা (সকল ছবি অনুমতি নিয়ে পুনরায় প্রকাশ করা হয়েছে): | Blogueiros fotógrafos também imortalizaram o dia ao publicar imagens retratando a forte presença do esquema de segurança, o entusiasmo e a preocupação dos eleitores (todas as fotos foram republicadas aqui com permissão dos autores). |
6 | থ্রু আফগান আইজ-এর ফারদিন ওয়েজি বেশ কিছু ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে কাবুলে নারী ও পুরুষ ভোট দিচ্ছে: …. | Fardin Waezi do Thruafghaneyes publicou várias fotos mostrando homens e mulheres votando em Cabul: |
7 | সামরিক বাহিনীর এক সদস্য ভোট দিচ্ছে: | … e um soldado do exército: |
8 | হেরাতজামিনের ছবি দেখাচ্ছে যে, ভোট কেন্দ্রে বিপুল সংখ্যায় সামরিক বাহিনীর উপস্থিতি ছিল: | As fotos de HeratZemin demonstram a forte presença militar: |
9 | এবং ভোটারদের আগ্রহ: | E o entusiasmo dos eleitores: |
10 | মাতভালেদ মিজান এর মোস্তাফা কাই ভোটের কালি লাগানো এক আঙ্গুলের ছবি প্রর্দশন করেছেন, যে কালি সহজেই মুছে ফেলা যায়। অন্তত একটা ভোট কেন্দ্রের ছবিতে এটা স্পষ্ট: | Mostafa Kia mostra em Motvaled Mizan que um dedo tingido pode ter sido rapidamente limpo em pelo menos uma seção eleitoral. |