# | ben | por |
---|
1 | চীনদেশ: অলিম্পিক বাগানের শিল্পকর্ম | China: Uma espiada no Jardim Olímpico |
2 | আসন্ন বেইজিং অলিম্পিকস এর জন্যে বেশ গাছপালা দিয়ে তৈরি কিছু দৃষ্টিনন্দন শিল্প কর্ম তৈরি করা হয়েছে অলিম্পিক বাগানে যার কিছু ছবি ফানএনক্লেভ ব্লগের সাফিন প্রকাশ করেছেন: পাঠক প্যাচ০১ মন্তব্য করেছেন: | Safin do FunEnclave posta uma série de fotos das esculturas do jardim artístico construído nos preparativos das próximas Olímpiadas, em Pequim. |
3 | এগুলো হয়ত পর্যটকদের আকৃষ্ট করতে সমর্থ হবে। | O leitor patch01 escreve: |
4 | তবে আমি চিন্তা করছি যে সেই ৩০ হাজার পরিবারের কথা যাদের তাদের বাসভবন হতে উৎখাত করে সেগুলো গুড়িয়ে দেয়া হয়েছিল অলিম্পিকের প্রস্তুতি নেয়ার জন্যে। তারা হয়ত এতোটা খুশি হবে না…. | Deveria aproveitar e fazer algo legal para os turistas, imagino que as 30.000 famílias desalojadas, cujas casas foram espatifadas para abrir caminho para os jogos não vão se impressionar tanto…………… |