# | ben | por |
---|
1 | আয়তজিনাপা হত্যাকাণ্ড নিয়ে মেক্সিকোর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধর্মঘট | Estudantes universitários mexicanos em greve devido à tragédia de Ayotzinapa |
2 | “তাদের জীবিত নেওয়া হয়েছে, তাদের আমরা জীবিত ফেরত চাই!” | “Eles foram levados vivos, queremo-los de volta vivos!” |
3 | মেক্সিকোর আয়াতজিনাপাতে জাতীয় স্বায়ত্তশাসিত ইউনিভারসিটিতে। | Ayotzinapa na Universidade Nacional Autónoma do México. |
4 | ছবিঃ লেখক, যে টাডেও। | Foto do autor J. |
5 | দক্ষিণ-পশ্চিম মেক্সিকোর গুয়েরেরো শহরের আয়তজিনাপাতে অবস্থিত রাউল ইসিদ্র বুরজস গ্রামীণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যার ঘটনায় মেক্সিকান সরকারকে ক্রমাগতভাবে চাপের মুখোমুখি হতে হচ্ছে। | Tadeo Este artigo contém links que levam a outras páginas, inclusive noutros idiomas, caso queira aprofundar o assunto |
6 | নিখোঁজ শিক্ষার্থী যারা ২৬ দিনেরও বেশি সময় ধরে নিখোঁজ তাদের জীবিত ফিরিয়ে আনতে হবে, জনগণের পক্ষ থেকে এমন দাবি করা হচ্ছে। অক্টোবর মাসের শুরুতে শিক্ষার্থীদের ফিরে পাওয়ার দাবিতে মেক্সিকানরা রাজপথে নেমে এসেছেন। | O governo Mexicano continua a sofrer pressão devido ao assassinato dos estudantes da Escola Rural Raúl Isidro Burgos em Ayotzinapa, Guerrero, no sul do México, e à exigência de que os estudantes que desapareceram há mais de 26 dias sejam devolvidos vivos. |
7 | একই উদ্দেশ্যে বিভিন্ন পেশার জনগণ একত্রিত হয়েছেন। | No início de Outubro, os mexicanos foram para as ruas exigir o regresso dos estudantes. |
8 | দেশটির শিক্ষার্থীরা এরপর ৪৮ ঘন্টার দীর্ঘ এক ধর্মঘটের ডাক দেয়। | Pessoas de diferentes estratos sociais uniram-se pela causa. |
9 | মেক্সিকোর জাতীয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি অনুষদ এই আন্দোলনে অংশ নিয়েছে। | Mais tarde, a comunidade estudantil do país entrou em greve por 48 horas. |
10 | উল্লেখ্য এটি উচ্চ শিক্ষা ক্ষেত্রে দেশটির সবচেয়ে বড় সরকারি বিশ্ববিদ্যালয়। তার সাথে সাথে মেট্রোপলিটন স্বশাসিত বিশ্ববিদ্যালয়ও এ আন্দোলনে যোগ দিয়েছে। | Várias escolas da Universidade Nacional Autónoma do México, que é a maior instituição pública de ensino superior do país, e a Universidade Autónoma Metropolitana juntaram-se ao movimento. |
11 | সংবাদ প্রচার এবং বিশ্লেষণকারী ওয়েবসাইট এনিমেল পলিটিকো ধর্মঘটে অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের নাম সম্বলিত একটি তালিকা প্রকাশ করেছে। | O website de notícias e análise Animal Político partilhou a lista de escolas e faculdades que estão a participar na greve. |
12 | জাতীয় এই আন্দলনের সময় স্কুল অব ল পদক্ষেপগুলো গ্রহন করবে। ছবিঃ http://juantadeo.wordpress.com/ | Declaração das acções a serem tomadas pela Faculdade de Direito durante a greve nacional. |
13 | ওয়েবসাইট সোপিটাস বলছে, সাময়িকভাবে সকল শিক্ষা কার্যক্রম বন্ধের এই জাতীয় পর্যায়ের আন্দোলনে ৭০ টিরও বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। | Foto cortesia de http://juantadeo.wordpress.com/ O website Sopitas afirmou que mais de 70 instituições de ensino a nível nacional se juntaram à suspensão temporária de actividades. |
14 | মারকো জাভালা নিচের ছবিটি শেয়ার করেছেনঃ | Marco Zavala partilhou a seguinte imagem: |
15 | মৌলিক অধিকারের জন্য লড়াই করতে জাতীয় এই ধর্মঘটে আইন অনুষদ যোগ দিয়েছে! | A Faculdade de Direito aderiu à greve nacional pela luta dos Direitos Fundamentais! |
16 | আনা লিলিয়া মাতা বলেছেন, মোরেলস প্রদেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের আচার্য্য এই আন্দোলনে যোগ দিয়েছেনঃ | Ana Lilia Mata disse que o Reitor da Universidade Autónoma do Estado de Morelos se uniu à causa: |
17 | আয়তজিনাপা শিক্ষকদের পক্ষাবলম্বন করে ইউএইএমের সভাপতি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। | O Reitor da UAEM lidera o protesto a favor dos professores de Ayotzinapa |
18 | সানজুয়ানা মারটিনেজ প্রেসিডেন্ট এনরিক পেনাকে এ সন্ত্রাসী ঘটনায় আক্রান্তদের পরিবারের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করার আহ্বান জানিয়েছেনঃ | Sanjuana Martínez apelou ao Presidente Enrique Peña a comportar-se de forma respeitosa para com os familiares das vítimas destes crimes: |
19 | এনরিক পেনা নিয়েতো সরকার কি ভাবছে, আয়তজিনাপা ট্র্যাজেডিতে আক্রান্ত শিক্ষার্থীদের আর কতদিন লুকিয়ে রাখা হতে পারে? | Por quanto tempo pensa o governo de Enrique Peña Nieto que pode esconder as vítimas de Ayotzinapa? |
20 | ৪৩টি পরিবারকে বিনম্র শ্রদ্ধা জানাই। | Respeito pelas famílias dos 43. |
21 | #ইপিএনতাদেরফিরিয়েআনুন তবুও সবাই এই ধর্মঘটের পক্ষে ছিলেন না। | No entanto, nem toda a gente foi a favor da greve. |
22 | টুইটার ব্যবহারকারী জোয়াকুইন এই আন্দোলন সম্পর্কে নিজের অবস্থানকে নিম্নোক্তভাবে ব্যক্ত করেছেনঃ | Joaquin, utilizador do Twitter, expressou-se do seguinte modo em relação ao movimento: |
23 | জাতীয় পর্যায়ে আন্দোলন করে কোন ঘটনার উন্নয়ন ঘটানো যায়, এটা ভেবে নেয়ার অর্থ হচ্ছে মাঝারি মানের চিন্তার পরিচয় দেয়া। | Pensar que uma greve nacional ajuda a melhorar as coisas é prova do pensamento medíocre que impede este país de seguir em frente |
24 | এ ধরনের চিন্তাচেতনাই এই দেশকে সামনে এগিয়ে যেতে দিচ্ছে না। | Neste contexto de descontentamento generalizado, a tempestade política não pode ser subestimada. |
25 | ব্যাপকভাবে বিস্তৃত এই অসন্তোষের ফলে সৃষ্টি হওয়া রাজনৈতিক অগ্নি ঝড়কে খাটো করে দেখা যাবে না। সাংবাদিক সিরো গোমেজ লেইভা বলেছেন, ২০১৪ সালের ২২ অক্টোবর দিনটি গুয়েরেরোর গভর্নরের জন্য অত্যন্ত শুভ একটি দিন ছিল। | O jornalista Ciro Gómez Leyva disse que 22 de Outubro de 2014 foi um bom dia para o governador de Guerrero sair e começar a preparar uma explicação sobre o porquê de “dentro e fora do México, a noite de Iguala o irá perseguir até ao fim dos seus dias”, referindo-se à noite em que os actos violentos que motivaram os protestos, ocorreram. |
26 | কেননা “তার মেয়াদের অবশিষ্ট দিনগুলোতে মেক্সিকোর ভেতরে এবং বাইরে ইগুয়ালার রাতটি তাকে তাড়া করে ফিরবে।” এর ফলে একটি ব্যাখ্যা প্রস্তুত করা শুরু করতে এবং গুয়েরেরো থেকে পদত্যাগ করতে তিনি একটি অজুহাত পাবেন। | Para além das consequências políticas e legais (se houver alguma) dos desastrosos incidentes, a tragédia humana e a dor sentida pelas famílias dos estudantes que perderam as suas vidas e daqueles cujo paradeiro é desconhecido, devem ser mantidas em perspectiva. |
27 | ইগুয়ালার রাতটিই সেই রাত যে রাতে নৃশংস ঘটনাটি ঘটেছে। যে ঘটনাটি আজকের এই উত্তেজনাকর পরিস্থিতির জন্ম দিয়েছে। | Siga a nossa cobertura aprofundada em Tragam de volta os estudantes mexicanos desaparecidos de Ayotzinapa |
28 | ধর্মঘটের রাজনৈতিক এবং আইনি ফলাফল ছাড়িয়ে যদি কোন সর্বনাশা ঘটনা ঘটে থাকে তা হচ্ছে মানবিক ট্র্যাজেডি এবং শিক্ষার্থীদের পরিবার পরিজনের দুঃখ বেদনা। | |
29 | যেসব শিক্ষার্থী তাদের জীবন হারিয়েছেন এবং যাদের হদিস এখনও অজানা তাদের পরিবার পরিজনের এই বেদনার প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে। | |
30 | মেক্সিকোর নিখোঁজ হওয়া #আয়তজিনাপা শিক্ষার্থীদের ফিরিয়ে আনুন শিরোনামে আমাদের বিস্তারিত সংবাদ কভারেজটি অনুসরণ করুন | |