# | ben | por |
---|
1 | ইরান: ১৯৮৮ সালের গনহত্যা স্মরন করছে শোকাহত পরিবাররা | Irã: Parentes lembram execução em massa de 1988 |
2 | | No dia 31 de agosto completou-se 19 anos de aniversário da execução de milhares de prisioneiros políticos iranianos em 1988 que foram enterrados em uma sepultura coletiva em Khavaran. |
3 | গত ৩১ আগস্ট ছিল ১৯৮৮'র ইরানের রাজনৈতিক বন্দীদের গনহত্যার ১৯তম বার্ষিকী। | Amigos e parentes das vítimas visitaram a sepultura onde seus filhos, irmãos, irmãs estão enterrados sem nomes ou placas. |
4 | খাভারানে অবস্থিত এই সব বন্দীদের নামহীন গনকবরে এসেছিল তাদের বন্ধু ও আত্মীয়স্বজনরা কারো সন্তান বা কারো ভাইবোনকে স্মরন করতে। | Apesar da pressão por parte de organizações de direitos humanos como Human Rights Watch [En], o governo iraniano nunca reconheceu oficialmente as execuções. |
5 | বিভিন্ন মানবাধিকার সংগঠন যেমন হিউমান রাইটস ওয়াচ এ নিয়ে ইরানী সরকারের কাছে প্রতিবাদ করলেও তারা কখনই এই হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। | A maioria dos executados estava cumprindo sentenças em prisões por causa de atividades políticas, após julgamentos injustos em cortes da revolução. Eles nunca tinham sido, no entanto, condenados à morte. |
6 | এইসব মৃতদের অনেকেই তাদের রাজনৈতিক কার্যকলাপের জন্যে বিপ্লবী কোর্টের পক্ষপাতিত্বমূলক বিচারের ফলে জেল খাটছিল। | Grande Aiatolá Montazeri [En] que deveria substituir o Grande Aiatolá Khomeini, o fundador da República Islâmica, uma vez criticou esse assassinato em massa e foi, alegadamente, marginalizado pela República Islâmica. |
7 | যদিও তাদের কেউই মৃত্যুদন্ডে দন্ডিত ছিল না। | Azadi-B publicou 30 fotos do evento: |
8 | বড় আয়াতুল্লাহ মন্তাজেরি যার বড় আয়াতুল্লাহ খোমেনীকে (ইসলামিক রিপাবলিকের ফ্রতিষ্ঠাতা) প্রতিস্থাপন করার কথা ছিল, তিনি একদা এই গনহত্যার প্রতিবাদ করেছিলেন। | This album is powered by BubbleShare - Add to my blog Kooshtar 67 (que significa assassinato de 67 ou 88) diz [Fa] 19 anos se passaram desde que os prisioneiros políticos foram massacrados no verão de 88. |
9 | পরে ইসলামিক রিপাবলিকের হর্তা-কর্তাদের দ্বারা তাকে চুপ করানো হয়েছিল। | A gente ainda espera que um dia comitês de busca pela verdade forneçam informações e que tribunais populares venham a condenar os responsáveis pelo crime. |
10 | আজাদী-বি এই অনুষ্ঠানের ৩০টি ছবি প্রকাশ করেছে। | Azarmehr explica [En] o que aconteceu nas prisões antes das execuções: |
11 | This album is powered by BubbleShare - Add to my blog | “Iran's political prisoners were called in to face kangaroo courts of three clerics. |
12 | | The prisoners were asked two questions each, “Do you believe in Allah?”, “Are you prepared to renounce your organisation?”. |
13 | কুশতার ৬৭ (মানে ৮৮ সালের ৬৭টি হত্যা) বলছেন: | The prisoners had no idea about the consequences of their replies. |
14 | ৮৮'র গ্রীষ্মের ওই রাজনৈতিক হত্যাকান্ডের পর ১৯ বছর অতিক্রান্ত হয়েছে। | In fact a ‘No' to any of the above questions meant immediate execution. |
15 | আমরা এখনও আশা করে আছি একদিন ট্রুথ কমিশন এ সম্পর্কে তথ্য উন্মোচন করবে এবং জনপ্রিয় ট্রাইবুনাল এই অপরাধের জন্য দোষীদের নিন্দা করবে। | Many of the prisoners had already finished their prison sentences but were still not released, some were even brought back after they had been released” |
16 | আজারমেহর জানাচ্ছেন ওই হত্যাকান্ডের পূর্বে জেলে কি হয়েছিল: | “Os prisioneiros políticos do Irã foram chamados para encarar tribunais arbitrários de apenas três clérigos. |
17 | ইরানী রাজনৈতিক বন্দীদের তিন মোল্লাবিশিষ্ট একটি হাস্যকর কোর্টের সামনে দাঁড় করানো হয়েছিল। | Foram feitas duas perguntas a cada um dos prisioneiros: “Você acredita em Allah?”, “Você está preparado a renunciar a sua organização?”. |
18 | বন্দীদের দুটি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। | Os prisioneiros não tinham idéia alguma das consequências de suas respostas. |
19 | “তুমি কি আল্লাহকে বিশ্বাস কর?” | Na verdade, um ‘Não' a qualquer uma das perguntas acima implicaria execução. |
20 | আর “তুমি কি তোমার দল থেকে বের হয়ে যাবে?” বন্দীদের কোন ধারনাই ছিল না তাদের উত্তরের ফল কি হতে পারে। | Muitos dos prisioneiros já tinham cumprido suas sentenças mas ainda não tinham sido liberados, alguns foram trazidos de volta depois de ter sido liberados”. |
21 | উক্ত দুই প্রশ্নের যে কোন একটির না বলার শাস্তি ছিল মৃত্যুদন্ড। | Royeh Madareh Zendgi publicou uma foto escreveu [Fa] um poema para homenagear as vítimas e os parentes de 1988. O blogueiro diz: |
22 | এদের মধ্যে অনেক বন্দীদেরই সাজা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তাদের ছাড়া হয়নি। কাউকে কাউকে ছেড়ে দেয়ার পরও আবার ধরে আনা হয়েছে। | E eu sei que você não esquecerá O destino de nossos irmãos Depois de tantos anos Você se lembrará de uma noite de tempestade Naquele verão sangrento |
23 | রোয়ে মাদারেহ জেন্দগি একটি ছবি প্রকাশ করেছেন এবং ১৯৮৮ সালের গনহত্যায় মৃতদের এবং তাদের স্বজনদের উদ্দেশ্য করে একটি কবিতা লিখেছেন। | *A imagem acima é de um cartaz publicado pela Associação de Prisioneiros Políticos no Exílio para relembrar as vítimas |
24 | এই ব্লগার বলছেন: | (Texto original de Hamid Tehrani) |
25 | এবং আমি জানি যে তোমরা ভুলে যাবে না আমাদের ভাইদের পরিণতি এত বছর পরে কোন এক ঝড়ের রাতে তোমাদের মনে পড়বে সেই রক্তাক্ত গ্রীষ্মের কথা | O artigo acima é uma tradução de um artigo original publicado no Global Voices Online. Esta tradução foi feita por um dos voluntários da equipe de tradução do Global Voices em Português, com o objetivo de divulgar diferentes vozes, diferentes pontos de vista. |
26 | × উপরের ছবিটি গনহত্যার শিকারদের স্মরনে এসোসিয়েশন অফ পলিটিকাল প্রিজনারস ইন এক্জাইল প্রকাশিত একটি পোস্টার | Se você quiser ser um voluntário traduzindo textos para o GV em Português, clique aqui. Se quiser participar traduzindo textos para outras línguas, clique aqui. |