Sentence alignment for gv-ben-20071230-493.xml (html) - gv-por-20071224-692.xml (html)

#benpor
1তাইওয়ান: একটি শ্লেষপূর্ণ মানবাধিকার দিবসTaiwan: Um Dia dos Direitos Humanos irônico
2তাইওয়ানের মানবাধিকার সংক্রান্ত আমার পূর্বের লেখা যেখানে শেষ করেছিলাম তার পর থেকেই শুরু করছি এই লেখা।Nesse artigo, darei continuidade ao assunto de meu último artigo [en] trazendo algumas informações sobre as questões de direitos humanos em Taiwan.
3মানবাধিকার সংক্রান্ত প্রধান দশ (টপ টেন) সংবাদ:Dez notícias sobre direitos humanos
4আন্তর্জাতিক মানবাধিকার দিবসের কিছু আগেই দ্যা তাইওয়ান এসোসিয়েশন ফর হিউমান রাইটস (টি এ এইচ আর) ‘মানবাধিকার সংক্রান্ত প্রধান দশ (টপ টেন) সংবাদ‘ সংকলিত করেছে।A Associação Taiwanense de Direitos Humanos (TAHR [en] de acordo com a sigla em inglês) lançou os escolhidos como “As dez notícias sobre direitos humanos de 2007″ [en] pouco antes do Dia Internacional dos Direitos Humanos.
5বিভিন্ন দেশের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারটি যেহেতু নীতি নির্ধারক ও সরকারী আমলাদের এ ব্যাপারে ওয়াকিবহাল থাকার উপর ওতপ্রোতভাবে জড়িত তাই ‘টি এ এইচ আর' “২০০৮ সালের কংগ্রেস এবং রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের উপর মানবাধিকার সংক্রান্ত একটি জরিপ” এর ফলাফল প্রকাশ করেছে।Devido ao fato de que violações dos direitos humanos cometidas por países estão estreitamente relacionadas ao nível de consciência daqueles que tomam decisões e dos funcionários públicos, a TAHR lançou uma “Pesquisa dos Candidatos às eleições presidenciais e parlamentares de 2008 sobre questões de Direitos Humanos”.
6আমরা শুধু এটিই আশা করতে পারি যে ভোটাররা মানবাধিকার সংক্রান্ত মুল্যবোধ দেখেই পদপার্থীদের নির্বাচিত করবেন।Só nos resta esperar que os eleitores venham a votar de acordo com o posicionamento dos candidatos em relação aos direitos humanos.
7সরকারী আমলারা লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করেছেন:Funcionário público faz comentários sexualmente discriminatórios
8শিক্ষা মন্ত্রনালয়ের এক কর্মকর্তা একজন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে তাকে “মেয়েলী” এবং “সমকামী” বলে আখ্যা দিয়েছেন।Um funcionário do Ministério da Educação utilizou as palavras “efeminado” e “gay” como um derrogatório ataque contra um adversário político.
9এটি সমকামী আন্দোলনে অংশরতদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে যারা একটি সম্মিলিত সংবাদ সম্মেলন করেছে এর প্রতিবাদ করার জন্যে।Isso acionou reações furiosas de grupos de direitos dos homossexuais que realizaram uma conferência de imprensa conjunta [zh] para condenar comportamentos do tipo.
10ঐ কর্মকর্তা অবশ্য তাদের এই শোরগোলকে এক কথায় উড়িয়ে দিয়েছেন এই বলে যে “উক্ত শব্দদুটো শুধুমাত্র বিশেষন হিসেবেই ব্যক্ত করা হয়েছিল”।O funcionário simplesmente contestou o fato dizendo que “gay” e “efeminado” foram apenas usados como adjetivos”.
11বি তার ব্লগে এই ব্যবহারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন:Bi protesta furiosamente contra esse comportamento em seu blogue [zh] :
12তিনি কিভাবে এটি এভাবে উড়িয়ে দিতে পারেন?Como pode ele ter desmentido isso de forma tão superficial!
13তিনি কি জানেন যে অনেক ছাত্র তাদের সহপাঠীদের কাছ থেকে উৎপীড়ক হিসেবে “মেয়েলী” শব্দটি সহ্য করে এবং কেউ হয়ত এজন্য টয়লেটে যেতে ভয় পায় যে তাদের হয়ত বস্ত্র উন্মোচন করে পুরুষত্বের পরীক্ষা দিতে হয়।Será que ele sabe que alguns estudantes sofrem assédio de outros colegas do sexo masculino por serem “efeminado”, e alguns têm medo de ir ao banheiro com medo de terem suas roupas arrancadas para provar a sua “masculinidade”?
14তিনি কি জানেন যে ‘সমকামী' শব্দটি গালি হিসেবে ব্যবহার করায় সমকামীরা তাদের বয়:সন্ধিতে নিজেদের আবিস্কার করতে ভয় পায়। এবং পরবর্তীতে যখন নিজেকে আবিস্কার করে তখন তাদের সমাজচ্যুত হওয়ার ভয় তাড়া করে ফেরে।Será que ele sabe que é precisamente por causa do uso derrogatório da palavra “gay” que os gays acham difícil encarar e expressar as sua verdadeira identidade na adolescência e, em seguida, enfrentam o risco de serem excluídos e mesmo despedidos quando se assumem?
15‘সমকামী' শব্দটির এরুপ বিশ্লেষাত্বক ব্যবহার সমকামীদের অনেক সমস্যায় ফেলে কাজেই এটি ‘শুধু একটি বিশেষন' এই কথা বলে একে উড়িয়ে দেয়া যায় না।Essas dolorosas experiências que os homossexuais sofrem devido ao uso derrogatório da palavra “homossexual” não pode ser desmentido com um “ele é apenas um adjetivo” de leve.
16তাইওয়ানের ফেমিনিস্ট স্কলারস এসোসিয়েশনও বেশ কিছু রাজনৈতিক নেতাদের করা শব্দ সন্ত্রাসের নিন্দা করেছে।A Associação Taiwanense de Acadêmicos Feministas [zh] também aproveitou a oportunidade para denunciar o uso de violência patriarcal verbal [zh] por uma série de figuras políticas.
17অন্যান্য মানবাধিকার কর্মীদের সাথে একাত্ম হয়ে তারা দাবী করছে যে শিক্ষা মন্ত্রনালয় শিক্ষা আইন (নারী বৈষম্য সংক্রান্ত) অনুযায়ী তাদের এই মন্তব্যের পূর্ন দায়িত্ব স্বীকার করে।Juntamente com outros grupos ativistas preocupados com as questões relacionadas ao gênero, eles exigiram que o Ministério da Educação assuma plena responsabilidade por tal comportamento, de acordo com a Lei da Educação (discriminação sexual).
18মানবাধিকার কর্মীরা দাবী করছে যে লিঙ্গবৈষম্যপূর্ণ এইসব কথাবার্তা নারীবৈষম্য দুরীকরন আন্দোলন এবং গণতন্ত্রের পরিপন্থী।Os grupos ativistas grupos dizem que o uso de discurso discriminatório é um sério empecilho ao movimento da igualdade entre os sexos e uma ameaça à democracia.
19একটি শ্লেষাত্বক মানবাধিকার দিবসUm dia dos direitos humanos irônico
20গত ১০ই ডিসেম্বর ছিল মানবাধিকার দিবস এবং তাইওয়ানের মানবাধিকার পার্কে ছিল এর উদ্বোধনী অনুষ্ঠান।Em 10 de dezembro, Dia dos Direitos Humanos, o Parque dos Direitos Humanos de o Taiwan teve sua cerimônia de abertura.
21এই পার্কটি রাজনৈতিক বন্দীদের জন্যে একটি ভূতপূর্ব কারাগারের স্থানে নির্মিত হয়েছে।O parque foi construído no local de uma antiga cadeia para presos políticos.
22বন্দীদের এবং তাদের পরিবারদের এতে আমন্ত্রন জানানো হয়েছিল।As vítimas e suas famílias foram convidadas para a cerimônia.
23তবে মজার ব্যাপার হচ্ছে লেশেঙ্গ আন্দোলনকারীরা যারা সেখানে প্রতিবাদ কারার জন্যে উপস্থিত হয়েছিল তাদের নির্দয়ভাবে পেটানো হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে।Ironicamente, grupos de ativistas de LeSheng que participavam de um protesto foram impiedosamente expulsos e presos!
24ছবি: পিঙ্গলহাউfoto de pinglhow
25কুল লাউড ডট কম এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আর সিভিল মিডিয়া ভিডিও ক্লিপ প্রকাশ করেছে।CoolLoud.com [zh] tem reportagens detalhadas sobre o incidente, e CivilMedia tem clipes de vídeo.
26চেন নামের এক ছাত্র যে অনুষ্ঠানে ছিল তার প্রত্যক্ষদর্শী বর্ণনায় জানাচ্ছেন:Chen, um estudante que participou do evento escreveu sobre o que aconteceu em primeira mão [zh] :
27কর্মকর্তারা যখন আসা শুরু করলেন, আমরা তাদের নাম ধরে ডাকতে লাগলাম এই আশায় যে তারা এসে আমাদের অনুরোধ ও কথাগুলো শুনবেন এবং মানবাধিকার সম্পর্কে তাদের চক্ষু উন্মোচন করবেন।Enquanto os funcionários foram chegando, chamávamos seus nomes, na esperança de que eles viriam e ouviriam as nossas histórias e as nossas solicitações, e abririam os olhos para o verdadeiro significado dos direitos humanos.
28কিন্তু পুলিশ, জাতীয় রক্ষী বাহিনী এবং রায়ট পুলিশ এসে আমাদের ঘিরে ফেলল।Infelizmente, nenhum dos funcionários veio, mas a polícia, os oficiais da segurança nacional e o batalhão de choque vieram em nossa direção e nos cercaram.
29পুলিশের হুমকির মুখে (রাস্তার বাধাগুলো ততক্ষনে সরিয়ে নেয়া হয়েছে) আমাদের কোন উপায় ছিল না একটি দেয়ালে হুমড়ি খেয়ে পড়তে যেখানে শ্লেষাত্বকভাবে লেখা ছিল ‘তাইওয়ান মানবাধিকার পার্ক'।Sob os gestos ameaçadores da polícia (obstáculos tinham sido desmontados a este ponto), não tivemos escolha senão nos voltar contra um muro, em que, ironicamente, tinha pendurada uma placa artisticamente trabalhada que dizia “Parque dos Direitos Humanos de Taiwan”.
30পিতামহ-পিতামহীরা হুইলচেয়ারে এই সাইনের নীচে বসে ছিল।Avós e avôs sentavam em cadeiras de rodas abaixo desse sinal.
31কেমন হতবুদ্ধিকর ব্যাপার তাই না?Que coisa confusa.
32ছবি: রাষ্ট্রপতি চেন শুইবিয়ান ‘তাইওয়ান মানবাধিকার পার্ক' এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন।Imagem: presidente Chen Shuibian preside à cerimônia de abertura do Parque dos Direitos Humanos de Taiwan na manhã de hoje.
33এই অনুষ্ঠানের অনতিদুরেই পুলিশ জোরপূর্বক জনগনের একটি সমাবেশকে ভেঙ্গে দিচ্ছিল। তারা লেশেঙ যক্ষা ইনস্টিউটের ব্যাপারটি নিয়ে প্রতিবাদ করার জন্যে জড়ো হয়েছিল।Não muito longe da cerimônia, os policiais dispersaram com uso da força uma manifestação realizada por cidadãos protestando quanto à questão do Instituto LeSheng Leprosy.
34প্রেসিডেন্ট চেন শুধু বলেছিলেন “দেখুন আমরা ন্যাশনালিস্ট পার্টি থেকে কত আলাদা।”O presidente Chen simplesmente disse: “Veja como somos diferentes do Partido Nacionalista”.
35ছবি: কুল লাউডFoto de coolloud.
36সংখ্যালঘুরা একে অন্যকে সাহায্য করছে: নতুন অধিবাসী এবং লিঙ সংখ্যালঘুরাMinorias apóiam umas as outras: minorias de novos imigrantes e gênero sexual
37এইসব বিশৃঙ্খল অবস্থা মানুষকে হতাশ করতে পারে। কিন্তু সমাজের প্রতিটি প্রান্তে সংখ্যালঘুরা একে অপরকে সাহায্য করছে।Essa situação caótica pode deixar algumas pessoas desesperadas, mas em cada canto da sociedade, grupos minoritários estão apoiando-se mutuamente!
38নভেম্বর থেকে তাইওয়ানের ভিয়েতনামী সংবাদপত্র বাওবনফুঙ (চার কোনা) অন্যান্য সংখ্যালঘু দলের অনলাইন বুলেটিন বোর্ড সাইটের (বিবিএস)সঙ্গে একযোগে মানবাধিকার সংক্রান্ত খবর প্রকাশের উদ্যোগ নিয়েছে।Desde de novembro, o jornal vietnamita de Taiwan BaoBonPhuong (Four Corners) unido com outros sites BBS executado por grupos minoritários da causa do gênero sexual iniciaram um projeto de elaboração de relatórios sincronizados de notícias sobre direitos humanos [zh], concentrando-se em discussões sobre homossexualidade, novos imigrantes e outras questões relacionadas com grupos minoritários.
39সমকামীতা সম্পর্কে আলোচনা, নব্য অভিবাসী এবং অন্যান্য সংখালঘু বিষয়ে এটি গুরুত্ব দিয়ে আসছে।BaoBonPhuong é o único jornal em língua vietnamita em Taiwan. É destinado aos trabalhadores imigrantes e novos imigrantes.
40বাওবনফুঙ তাইওয়ানের একমাত্র ভিয়েতনামী সংবাদপত্র যা নব্য অভিবাসী ও অভিবাসী শ্রমিকদের উদ্দেশ্য করে প্রকাশিত হয়।Os sites BBS envolvidos, por outro lado, são importantes plataformas de contato e de intercâmbio de informações para a comunidade gay e lésbica.
41ওই বিবিএস সাইটগুলো গে এবং লেসবিয়ান সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম।O release para a imprensa sobre o projeto de relatórios sincronizados diz:
42এই সিন্ক্রনাইজড রিপোর্টিং প্রজেক্টের তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:O Instituto LeSheng, O caso das três sentenças de morte [zh] … muitas questões dos direitos humanos estão ainda por resolver.
43Frequente se ouve falar do tratamento inadequado de gays e lésbicas, de povos indígenas e de novos imigrantes por parte da polícia… comportamento irracional ainda existe e muito na nossa sociedade.
44লেসেঙ যক্ষা ইনস্টিটিউট, তিনটি মৃত্যদন্ড.. এই ধরনের অনেক মানবাধিকার সমস্যা র এখনও সমাধান হয়নি।Este grupo interativo beneficia todos os envolvidos e esperamos que ele venha a adicionar um toque para aquecer o inverno do movimento de direitos humanos.
45আমরা প্রায়ই শুনি গে এবং লেসবিয়ান, আদিবাসী বা নব্য অভিবাসীদের উপর পুলিশ অত্যাচার করে।Este artigo foi originalmente escrito por Foolfitz, e traduzido para o inglês por Yi.
46এই ধরনের ব্যবহার আমাদের সমাজেও প্রচুর দেখা যায়।Foolfitz e Yi são ambos tradutores do GV Lingua em Chinês.
47এই সম্মিলিত প্রচেষ্টা এদের কল্যানে কাজ করবে এবং মানবাধিকার আন্দোলনের শীতকালিন অবস্থায় কিছুটা গরম ছোঁয়া দেয়ার চেষ্টা করবে।(Texto original de Portnoy) Esta tradução foi feita por um dos voluntários da equipe de tradução do Global Voices em Português, com o objetivo de divulgar diferentes vozes, diferentes pontos de vista.
48এই আর্টিকেলটি মূলত: ফুলিটজ কর্তৃক লেখা হয়েছিল এবং ই একে ইংরেজীতে অনুবাদ করেছেন।Se você quiser ser um voluntário traduzindo textos para o GV em Português, clique aqui.
49ফুলিটজ এবং ই দুজনেই গ্লোবাল ভয়েসেস চাইনীজের অনুবাদক। - পোর্টনয়Se quiser participar traduzindo textos para outras línguas, clique aqui.