Sentence alignment for gv-ben-20090228-1755.xml (html) - gv-por-20090226-1668.xml (html)

#benpor
1ব্রুনাই: বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহBrunei: arrecadação de fundos para vítimas de enchentes
2গত মাসের প্রচন্ড বৃষ্টিপাত বেশ বন্যা আর ভুমিধ্বস সৃষ্টি করেছে দেশে। দেশের চারটা জেলায় ২০০টিরও বেশী পরিবারের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পত্তি আর কৃষিক্ষেত্রে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।O forte temporal [en] do mês passado causou grandes enchentes e deslizamentos de terra no país, afetando os lares de mais de 200 famílias, levando à perda de milhões em propriedades e nas lavouras em todos os quatro distritos do país.
3এর ফলে সবাই একসাথে এসেছে কম ভাগ্যবানদের সাহায্যের জন্য যারা প্রাকৃতিক দূর্যোগে আক্রান্ত হয়েছেন।Isto fez a comunidade se reunir para pedir por ajuda pelos menos afortunados e por aqueles que foram afetados pelo desastre natural.
4২০০৯ সালের ৩রা ফেব্রুয়ারী সাম্প্রতিক বন্যা ও ভূমিধ্বসে আক্রান্তদের সাহায্যের জন্য একটা পাবলিক ফান্ড তৈরি করা হয় স্বরাষ্ট্র মন্ত্রাণলয়ে।Um fundo público para ajudar as vítimas das recentes enchentes e dos deslizamentos de terra foi preparado pelo ministro do Interior no dia 3 de fevereiro de 2009.
5আক্রান্তরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে সহজে তার কিছু ব্যবস্থা করা এর লক্ষ্য।A intenção é ajudar a confortar algumas das dificuldades enfrentadas pelas vítimas para voltarem às suas vidas normais.
6জাতীয় ফান্ড বন্যা আর ভূমিধ্বস আক্রান্তদের সাহযার্থে তৈরি এই ফান্ডে অর্থ জোগাড়ের জন্য বিভিন্ন চ্যারিটির আয়োজন করা হয়েছে সাম্প্রতিক সপ্তাহে।Como parte dos esforços para coletar doações para este fundo, as organizações de caridade se organizaram nas últimas semanas em benefício do Fundo Nacional para as Vítimas da Enchente e dos Deslizamentos [National Fund for the Flood and Landslide Victims].
7কিভাবে স্থানীয় লোকেরা ক্রমাগত একে অপরকে সাহায্য করছে তার উদাহরণ এটি।Este é um exemplo de quão forte a comunidade local é em ajudar uns aos outros.
8মাসিয়ারাকাত পেরিহাতিন একটা মালয় কথা যার মানে যত্নশীল সমাজ।Masyarakat Perihatin é uma frase malaia que significa sociedade que cuida com esmero.
9উদাহরণস্বরুপ, অর্কিড গার্ডেন হোটেল একটা কাপ কেক চ্যারিটি শুরু করে।Por exemplo, o Orchid Garden Hotel liderou uma iniciativa de caridade com bolinhos.
10এই হোটেল ২০০০টি কাপ কেক বিক্রি করতে সমর্থ হয়।O hotel teve sucesso em vender mais de 2.000 deles.
11তারা গর্ব সহকারে ২৫ স্তরের একটা কেক দেখায় যা ২৫০ কেজি কাপকেক দিয়ে তৈরি।Ele exibiu orgulhosamente 25 torres enfileiradas feitas de 250 kg de bolinhos.
12পুরো জিনিষটা ছিল সাত ফুট বাই সাত ফুট চওড়া আর ১৬ ফুট লম্বা।Toda a estrutura media 2,13 metros de largura por 4,87 metros de altura.
13ছবি স্ট্রিক্টলি বিউটিফুল এর সৌজন্যেFoto por Strictly Beautiful
14রানো অ্যাডিডাস কাপকেক চ্যারিটি নিয়ে রিপোর্ট করেছেন আর আর একটা তহবিল সংগ্রহ অভিযান যা স্থানীয় একটা জনপ্রিয় খাবার নাসি লেমাকের ৯০০টা কুপন বিক্রি করতে সক্ষম হয়:Ranoadidas relatou sobre o evento da caridade do bolinho e outra arrecadação de fundos que vendeu 900 vales de Nasi Lemak, um popular prato local:
15অকির্ড গার্ডেন হোটেলে কাপকেক চ্যারিটি ২০০০ কাপকেক বিক্রি করতে সমর্থ হয়।A caridade do bolinho no Orchid Garden Hotel conseguiu vender 2.000 bolinhos.
16এটা বিষ্ময়কর সংখ্যা।São números incríveis.
17আর একটা চ্যারিটি আযোজন করা হয়েছিল দো আদার অফিস ক্যাফে আর বিস্ট্রোতে, যেখানে ডিমের কেক এর সাথে নাসি লেমাকের (স্থানীয় নারকেল দুধে রান্না করা ভাতের ডিশ) প্রায় ৯০০ কুপন বিক্রি হয় যা জনগণের কাছে বিক্রি করা হয়।Outro evento de caridade que aconteceu no D' Other Office Cafe and Bistro, onde quase 900 vales de Nasi Lemak (arros local cozinhado com leite de coco) e quindim [nota da tradução: Egg Tart] combinados foi vendido ao público.
18ছবি রানো অ্যাডিডাসের সৌজন্যেFotos por cortesia de Ranoadidas
19আনাকব্রুনাই চ্যারিটি ফুটবল অনুষ্ঠান নিয়ে রিপোর্ট করেছেন যেখানে ১০০,০০০ ব্রনাই ডলার সগ্রহ করা হয়:AnakBrunei relatou o evento de futebol que arrecadou pelo menos B$100. 000 [nota da tradução: dolár de Brunei; cotação de 25/02/2009: B$ 1 - R$1,56]:
20ডিপিএমএম এফসি আর এফেফবিডি ১১ এর মধ্যকার খেলাটি আয়োজন করে ব্রুনাই দারুসসালামের ফুটবল ফেডারেশন।O jogo entre DPMM FC e FFBD XI. O jogo foi organizado pela Football Federation of Brunei Darussalam .
21সমস্ত অর্থ (আমার জানামতে প্রায় ১ লাখ ব্রুনা‌ই ডলার) বন্যা ও ভুমিধ্বস আক্রান্তদের ফান্ডে দান করা হবে।Toda a renda (próxima à cifra de B$100. 000 do que consegui apurar) será doada ao Fundo Nacional para as Vítimas da Enchente e dos Deslizamentos.
22উপরের ছবি দেখাচ্ছে ডিপিএমএম ফুটবল ক্লাবের চেয়ারম্যান মান্যবর ক্রাউন প্রিন্স (রাজকুমার) ফুটবল চ্যারিটি থেকে সংগ্রহকৃত অর্থ বন্যা ও ভুমিধ্বস আক্রান্তদের ফান্ডের চেয়ারম্যানের হাতে তুলে দিচ্ছেন।A foto acima mostra Vossa Alteza o Príncipe da Coroa, dirigente do clube DPMM Football, entregando o dinheiro arrecadado no jogo de caridade para o dirigente do Fundo para as Vítimas da Enchente e dos Deslizamentos.