Sentence alignment for gv-ben-20111028-20962.xml (html) - gv-por-20111027-24669.xml (html)

#benpor
1ইয়েমেনঃ নারীরা তাদের অবগুণ্ঠন পুড়িয়ে ফেলেছেIêmen: Mulheres Iemenitas Queimam seus Véus
2এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Este post é parte de nossa cobertura Yemen Protests 2011 [Protestos no Iêmen 2011].
3ইয়েমেনে নারীর তাদের মুখের আচ্ছাদন অবগুণ্ঠন এবং মাথার কাপড় পুড়িয়ে ফেলেছে। ইয়েমেনের শাসকের নির্মমতা এবং তার চালানো হামলার নিন্দা জানানোর ক্ষেত্রে এক প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা এই কাজটি করে।Mulheres iemenitas queimaram seus véus e lenços de cabeça hoje como um sinal de protesto para condenar a brutalidade do regime e a violência, que matou cerca de 25 pessoas durante a noite em Sanaa e Taiz e que tem recentemente mirado as mulheres.
4শাসকের এবার এক রাতের মধ্যে সানা এবং তাইজে ২৫ জন নাগরিককে খুন করে, সম্প্রতি তারা নারীদের হামলার লক্ষ্যবস্তু করেছে।
5এই আন্দোলন নিয়ে কেউ কেউ ভুল বুঝতে পারে, তবে এই বিক্ষোভ কোনভাবে নারী অধিকার কিংবা ইসলামের পর্দা প্রথার বিরুদ্ধে নয়। এটা বিশেষ করে শাসকদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবার কাছে এক সাহায্যের জন্য এক করুন আবেদন।O protesto não tem qualquer relação com a luta pelos direitos das mulheres ou contra o véu islâmico como algumas pessoas acreditaram, mas sim um clamor por ajuda, visando especificamente atacar o regime.
6@সার্পোটইয়েমেন টুইট করেছে :@SupportYemen tuítou:
7ইয়েমেনের নারীরা, শাসকের নির্মমতা এবং হামলার প্রতিবাদের তাদের অবগুণ্ঠন পুরিয়ে ফেলেছে।Mulheres iemenitas queimaram seus véus em protesto contra a violência e crimes do regime, especialmente o araque às mulheres… fb.me/AdNY5LTS
8দেশটির শাসক বিশেষ করে নারীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে …… fb.me/AdNY5LTS নীচের ভিডিওটি ইউটিউবে পোস্ট করেছে আইসেমেটিক।O vídeo a seguir, postado por EyesSemitic no YouTube, mostra mulheres reunidas em um protesto na rua 60, em Sana, onde elas queimaram seus véus:
9এই ভিডিওটি প্রদর্শন করছে যে সানার ৬০ নাম্বার সড়কে নারীরা জড়ো হয়েছে এবং তারা তাদের অবগুণ্ঠন পুড়িয়ে ফেলছে:Mulheres iemenitas enviaram uma forta mensagem e pediram às trivos e à comunidade internacional para pôr um fim à violência do regime (vídeo postado por ainnews1):
10ইয়েমেনের নারীরা, উপজাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি শক্তিশালী বিবৃতি প্রদান করেছে এবং তাদের কাছে অনুনয় করছে যে তারা যেন শাসকের এই নির্মম হামলার পরিসমাপ্তি ঘটানোর জন্য কিছু করে।
11(ভিডিও পোস্ট করেছে আইননিউজ১):
12@দোরি_ইরিয়ানি ইয়েমেনের নারীদের বার্তার মূল ভাবটি টুইট করেছে, যা এক প্রচারপত্রে বিতরণ করা হয়:@Dory_Eryani tuitou o ponto principal da mensagem das mulheres, distribuídas em folhetos:
13“স্বৈরাচারী সালেহ যে নির্মম গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রত্যক্ষদর্শী হবার কারণে আমরা বিশ্বের সমানে আমাদের অবগুণ্ঠন [ মাকারামা, সম্মানের প্রতীক] পুড়িয়ে ফেলছি।”Aqui nós queimamos nossa makrama (honra) em frente ao mundo para que testemunhe o massacre sangrento levado a cabo pelo tirano Saleh,” #Yemen #burningveils
14#ইয়েমেন#বার্নিংভেল উপজাতি ঐতিহ্য অনুসারে নারীদের অবগুণ্ঠন পোড়ানোর অর্থ হচ্ছে সাহায্যের জন্য আবেদন।O ato das mulheres queimarem seus véus éuma tradição tribal que significa um pedido de ajuda.
15ইয়েমেন হচ্ছে এক উপজাতি সমাজ এবং ইয়েমেনের সমাজে এবং ইসলাম ধর্মে নারীকে হত্যা করা এক কলঙ্কজনক বিষয়। যার ফলে দেশটির উপজাতি সমাজ এবং বিশ্বের কাছে ইয়েমেনের নারীদের এটা পরিষ্কার এবং জোরালো বার্তা, যেন তারা বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় তারা যেন হস্তক্ষেপ করে।O Iêmen é uma sociedade trival e o assassinato de mulheres é uma grande vergonha no país e no Islã em geral, logo, esta é uma mensagem alta e clara das mulheres iemenitas para suas tribos e para o mundo para que intervenha e parem com o assassinato de manifestantes.
16@সামেরনাসের:@SummerNasser:
17আজ বিক্ষোভের সময় নারীরা তাদের অবগুণ্ঠন পুড়িয়ে ফেলেছে।Mulheres queimaram seus véus hoje durante os protestos.
18অবগুণ্ঠন পুড়িয়ে ফেলার প্রতীকী অর্থ হচ্ছে তারা ইয়েমেনের উপজাতি সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে।O ato de queimar véus simboliza que elas estão pedindo ajuda a suas tribos para ajudá-las.
19#ইয়েমেন#ওয়াইএফ#Yemen #yf
20@জামজোমসিএনএন:@JamjoomCNN:
21নারীরা তাদের অবগুণ্ঠন পোড়াচ্ছে: উপজাতি সম্প্রদায়কে অবশ্যই বুঝতে হবে যদি তাদের নারীদের উপর হামলা চালানো হয় এবং এই ঘটনায় তারা যদি চুপ করে থাকে তাহলে তারা ইয়েমেনের নারীদের কাছ থেকে কোন শ্রদ্ধা লাভ করবে না।Mulheres queimando véus: “As tribos devem entender que não serão respeitadas pelas mulheres iemenitas se ficarem caladas enquanto suas mulheres [são]… atacadas” #Yemen
22#ইয়েমেন @মো_আলশারাফি টুইট করেছে, যদিও ইয়েমেনের নারীরা এক রক্ষনশীল সমাজে বাস করে, তারপরেও তারা বর্তমান বিপ্লবে সাহসিকতার এবং নেতৃত্বের এক উদাহরণ তৈরি করেছে, যা সকল ইয়েমেনী নাগরিককে গর্বিত করেছে:Apesar de viverem em uma sociedade conservadora, as mulheres do Iêmen tem exibido bravura exemplar e habilidades de liderança na atual revolução, o que tem orgulhado todos os iemenitas, como tuitou @Mo_Alsharafi:
23ইয়েমেনের নারীরা আসলেই বীর।As mulheres iemenitas são realmente heroínas.
24#ইয়েমেনের নারী বিপ্লবীদের সকলকে ধন্যবাদ।Obrigado a todas as Mulheres Revolucionárias Iemenitas.