# | ben | por |
---|
1 | গাজায় সামরিক অভিযানের বিরুদ্ধে ইজরায়েলীদের বিক্ষোভ | Israelenses protestam contra a ocupação militar em Gaza |
2 | গতকাল তেল আবিবের হাবিমা স্কোয়ারে একটি ফেসবুক গোষ্ঠী শত শত ইজরায়েলীকে একসঙ্গে সংগঠিত করেছিল। | No dia 17 de novembro de 2012, um grupo do Facebook [he] organizou uma manifestação que contou com centenas de israelenses na praça Habima, em Tel Aviv. |
3 | গোষ্ঠীটি জনগণকে আহবান জানায় “নির্বাচনের যুদ্ধ প্রত্যাখ্যান কর! রাজনৈতিক চাতূরীর নামে মরতে বা মারতে চাই না।” | O grupo conclama as pessoas a rejeitarem a guerra eleitoral e a se recusarem a viver ou morrer em nome de uma propaganda política. |
4 | ১৪ই নভেম্বর তারিখে ইজরায়েলী ড্রোনগুলো গাজা ভূ-খণ্ডে হামাস সামরিক নেতা আহমেদ আল-জাবারীকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যা করার পর থেকে হামাস এবং ইজরায়েলের মধ্যে সর্বশেষ গোলাগুলি বিনিময় শুরু হয়। | Os últimos bombardeios entre o Hamas e Israel começaram no dia 14 de novembro, quando aeronaves isreaelenses atacaram e mataram o líder militar do Hamas, Ahmed Al-Jabari, no enclave de Gaza. |
5 | নিচের ১০-সেকেন্ডের ভিডিওটি যুদ্ধবিরোধী বিক্ষোভের অংশবিশেষ দেখাচ্ছে: | O seguinte vídeo de 10 segundos mostra parte do protesto contra a operação militar: |
6 | রনি মোর বিক্ষোভটির একটি ছবি টুইটারে পোস্ট করেছেন: | Roni More postou no Twitter uma fotografia do protesto: |
7 | তেল আবিবে একটি যুদ্ধবিরোধী বিক্ষোভের সময় বহণ করা একটি প্ল্যাকার্ডে লেখা রয়েছে: আমি ঘৃণা করবো না। | “Eu não vou odiar”, lê-se num cartaz carregado durante o protesto em Tel Aviv contra a operação militar. |
8 | টুইটারে ছবিটি ভাগাভাগি করেছেন @রনিমোর১ | Fotografia compartilhada por @RoniMore1 no Twitter |
9 | এখানে আরো ছবি পাওয়া যাবে। | Mais fotos podem ser encontradas aqui. |
10 | অনেকেই এই অভিযানের পিছনের রাজনীতির সমালোচনা করছেন। | Muitos têm criticado a política por trás dessa operação. |
11 | জনপ্রিয়ভাবে ভাগাভাগি করা একটি ফেসবুক পোস্টে লিওর বাকালু লিখেছেন: | Numa postagem compartilhada por muitos no Facebook, Lior Bakalu escreve [he]: |
12 | চার বছর অথচ তারা কিছুই করেনি, এবং হঠাৎই তাদের মনে পড়েছে। | Quatro anos e eles não fizeram nada, e de repente eles lembraram. |
13 | আমার হৃদয় দক্ষিণের এবং গাজা্র নাগরিকদের দুর্দশা-দুর্বিপাকের সঙ্গে, যাকে ইজরায়েলী সরকার তাদের নির্বাচনের প্রচারাভিযানে পরিণত করেছে। | Meu coração está com os cidadãos do sul e os cidadãos de Gaza, cuja miséria o governo israelense transformou em sua campanha eleitoral. |
14 | তিনি গত ১৫ বছরে বিভিন্ন সামরিক অভিযান এবং নির্বাচনের সঙ্গে সঙ্গতি রেখে এগুলোর সময় প্রদর্শন করা একটি চিত্র যোগ করেছেন। নিচে সেটা অনুদিত হয়েছে: | Ele inclui um esboço das operações militares dos últimos 15 anos e de sua relação temporal com as eleições. |
15 | অপারেশন নাম | Traduzido abaixo [en]: |
16 | অভিযানের তারিখ নির্বাচনের তারিখ | Alaa Younis critica a política por trás da guerra: |
17 | আল'আ ইউনিস যুদ্ধের পিছনের রাজনীতির সমালোচনা করেছেন: হামাস ইসলামের নামে যা করছে, বিবি (নেতানিয়াহু) নির্বাচনের কারণ তা করছে। | O que o Hamas está fazendo em nome do Islã, Bibi está fazendo por causa das eleições. |
18 | দুটোই মিথ্যাবাদী। | Os dois são mentirosos. |
19 | তাদের কেউই বেসামরিক জনগণের তোয়াক্কা করে না। | Nenhum deles está preocupado com os civis. |
20 | এবং তাদের কেউই আমার প্রতিনিধিত্ব করে না। | E nenhum deles me representa. |
21 | একজন দন্ত্যচিকিৎসক হিসেবে আমি আপনাকে বলি: দুটোকেই উপড়ানো দরকার। | Como um dentista eu vos digo: ambos precisam ser extraídos. |
22 | আজ জোসেফ ডানা কঠিনভাবে মিসাইল আক্রান্ত শহর এশকেলন থেকে রিপোর্ট করেছেন। | Joseph Dana está fazendo a cobertura hoje de Ashkelon, uma cidade que foi seriamente atingida por mísseis. |
23 | তিনি একটি স্থল অভিযানের সম্ভাবনা সম্পর্কে একটি প্রতিক্রিয়া টুইট করেছেন:: | Ele publicou no Twitter uma reação à possibilidade de operações em terra [en]: |
24 | @ইবনেজরা: বিমান আওক্রমণের সাইরেনের সময় এশকেলনের যে জনগণের সঙ্গে আমি কথা বলেছি তারা কোন স্থল আক্রমণ চায় না কারণ এটা ইজরায়েলের বৈধতার ক্ষতি করবে | As pessoas com quem estou falando em Ashkelon em meio a sirenes dizem-me que não querem uma invasão por terra porque isso abalaria a legitimidade de Israel |
25 | ইজরায়েলীদের মধ্যে কিছু কিছু বিরোধিতা থাকলেও এসব মতামত এবং বিক্ষোভ খুব কমই মূলধারার মিডিয়ায় উঠে আসে। | Enquanto há alguma oposição entre os israelenses, essas opiniões e protestos são raramente destacados pela grande mídia. |
26 | এলিজাবেথ ৎসু্রকভ নিচের টুইটটি পোস্ট করেছেন: | Elizabeth Tsurkov postou o seguinte tweet [en]: |
27 | @এলইজরায়েল: ইজরায়েলী পত্রিকাগুলো ফিলিস্তিনী হতাহত সম্পর্কে রিপোর্ট এড়িয়ে যায় এবং কিছু কিছু ইজরায়েলী অভিযানের বিরুদ্ধে সেই সত্যতা সম্পর্কে রিপোর্ট করে না। | Jornais israelenses evitam publicar sobre baixas palestinas e também não publicam sobre o fato de que alguns israelenses se opõem a esta operação. |
28 | তিনি আরো বলেছেন: | Ela continua [en]: |
29 | @এলইজরায়েল: আপনারা যদি শুধু ইজরায়েলীদের কস্টের এবং সন্ত্রাসীদের সফল হত্যা অভিযানের খবর পেয়ে থাকেন, তাহলে আপনারা কেন এই অভিযানের বিরোধিতা করেন? | Se você só recebe notícias sobre o sofrimentos dos israelenses e o assassinato bem sucedido de terroristas, por que você se oporia a esta operação? |