# | ben | por |
---|
1 | চীনঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক খসড়া প্রস্তাবে ভেটো প্রদান, প্রশংসা এবং ক্ষোভের সঞ্চার করেছে | China: Veto do Conselho de Segurança da ONU a Projeto de Resolução Sobre Síria Provoca Apoios e Lamentos |
2 | এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর উপর করা আমাদের বিশেষ প্রবন্ধের অংশ। | Este artigo é parte de nossa cobertura da Revolução na Síria 2011/12. [en] |
3 | গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনিত একটা খসড়া প্রস্তাব, রাশিয়া এবং চীন তাদের নিজেদের স্বার্থে বিতর্কিত অবস্থানে থেকে তাতে ভেটো প্রদান করেছে, যে প্রস্তাবে সিরিয়ার রাষ্ট্রপতি বাসার-আল আসাদকে তাঁর দেশের নাগরিকদের হত্যা করা থেকে বিরত থাকার আহ্বান জানানোর কথা ছিল, এটি আগের এক খসড়া প্রস্তাবের সংশোধনী, যে প্রস্তাবে আসাদকে ক্ষমতা ত্যাগ করার আহ্বান জানানো হয়েছিল। | Parece que Rússia e China votaram com seus próprios interesses no dia 4 de fevereiro, na controversa oposição ao projeto de resolução [en] no Conselho de Segurança da ONU, que clama para que o presidente da Síria, Bashar al-Assad, pare com as mortes em seu país, que é uma versão de projeto anterior, que pedia a saída de Assad do poder. |
4 | এই খসড়া প্রস্তাবের বিরুদ্ধে ভোটে প্রদান করার বিষয়ে চীন তার সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে এই বলে যে চীন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে চায়, এবং রাশিয়া দাবি করেছে যে দেশটির সংঘাতে এক কূটনৈতিক সমাধানের আশায় তারা এই ভেটো প্রদান করেছে। | A China justificou a sua decisão de vetar o projeto de resolução dizendo que quer promover a paz na Síria, e a Rússia afirma que espera por uma solução diplomática para resolver o conflito no país. |
5 | যেমনটা ফায়ার ডগ লেক-এর লেখক ডেভিড ডায়েন উল্লেখ করেছে “ বাস্তবতা হচ্ছে, রাশিয়া এখনো সিরিয়ার নিরাপত্তা বাহিনীর জন্য অস্র সরবরাহ করছে,পরিষ্কার ভাবে আজকের ভোটে যার শক্তিশালী প্রভাব দেখা গেল। | David Dayne, escritor do FireDogLake indica [en]: “O fato de que a Rússia fornece armas para as forças de segurança sírias claramente pesou na votação de hoje”. |
6 | জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সুসান রাইস, এই বিষয়ে চীনা প্রতিনিধি লি বাওডং-এর সামনা সামনি হয়েছেন। | A embaixadora dos EUA na ONU, Susan Rice, confrontando Li Baodong, da China. |
7 | ছবিটি ওয়েবোতে পোস্ট করা হয়েছে। | Imagem do site Weibo |
8 | গত বছরের মার্চ থেকে চলতে থাকা এই সংঘাতের ফলে ইতোমধ্যে এক হিসেবে দেশটিতে ৭,০০০ জন নিহত হয়েছে, এর মধ্য এই সপ্তাহের শুরুতে এক গণ হত্যায় ২০০ জন নাগরিক নিহত হয়। | A agitação no país já resulta em cerca de 7.000 mortes desde março do ano passado, com mais de 200 pessoas que perderam suas vidas somente na semana passada [en]. |
9 | গণ প্রজাতন্ত্রী চীনের ট্যাবলয়েড প্রত্রিকা গ্লোবাল টাইমসের সম্পাদকীয় বিভাগের প্রধান হু শিজিন, আজ যে মন্তব্য করেছেন, সম্ভবত তা খসড়া সিদ্ধান্তের প্রতি চীনের এই ভেটো প্রদানের সিদ্ধান্তের প্রতি সমর্থনে বেশীর ভাগের অন্যতম এক বক্তব্য, আবার মন্তব্য বিভাগে এই সিদ্ধান্তের প্রতি তীব্র বিষাদ্গার-এর মধ্যে দিয়ে এই আলোচনার সমাপ্তি ঘটে। | Hu Xijin, editor-chefe do tablóide Global Times, da People's Daily, fez hoje o que talvez seja uma das afirmações mais contundentes de apoio à decisão da China de vetar o projeto de resolução, o que lhe colocou sob fogo pesado com a chegada de comentários. |
10 | হু, যে কিনা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সুসান রাইস-এর সাথে কন্ডলিজ্জা রাইসকে গুলিয়ে ফেলে চীনের ভোটকে “বিরক্তিকর” বলে সুসান রাইস যে সংবাদ প্রদান করেছে তাকে অপমান হিসেবে গ্রহণ করে সে লিখেছে: | Ofendido com o divulgado “desgosto” de Susan Rice com o voto da China, Hu a confunde [zh] com Condoleezza Rice, mas também escreve: |
11 | জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি চীন এবং রাশিয়ার সমালোচনা করেছে, সিরিয়ার জনতার প্রতি তাদের “বিশ্বাসঘাতকতার” কারণে। | A representante americana criticou a China e a Rússia por sua “traição” ao povo sírio. Que seja. |
12 | তবে, যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার নিরাপত্তা পরিষদের ইজারয়েল-এর বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে একক ভাবে ভেটো প্রদান করেছে। | Os EUA vetaram uma série de proposições do Conselho de Segurança sobre Israel com o voto deles apenas. |
13 | চীন এবং রাশিয়ার “ভেটো”, দুটি ভোটের মাধ্যমে কার্যকারী হয়েছে। | O “veto” da Rússia e da China foi feito com dois votos. |
14 | ইয়েলৎসিন সবচেয়ে উত্তম মন্তব্য করেছে: যতক্ষণ চীন এবং রাশিয়া, এক সাথে রয়েছে, তখন বেশীর ভাগ মার্কিনী নাগরিকরা যা করতে পারে, তা হচ্ছে নিজেদের সাথে খেলতে থাকা। | Yeltsin disse melhor: Enquanto China e Rússia ficarem juntas, o máximo que os EUA podem fazer é brincar sozinhos. |
15 | দারুণ। | Ótimo. |
16 | বলা যায়, অনেকটা এর প্রতিক্রিয়ায়, লেখক রান ইয়ুনেফাই এর পরপরই লিখেন [চীনা ভাষায়]: | Quase como uma resposta, o escritor Ran Yunfei [e] em seguida escreveu: |
17 | একটা ভুল করার জন্য সরকারকে ক্ষমা করা যেতে পারে, কিন্তু যখন প্রায় বারবার ভুল করার বিষয়টি উত্তারধিকার সূত্রে ঘটতে থাকে, তখন তা ক্ষমার অযোগ্য হয়ে দাড়ায়। | Um governo pode ser perdoado por cometer um erro, mas torna-se imperdoável quando os erros se tornam um legado. |
18 | আমি জাতীয়তাবাদী নই, কিন্তু শত বছরের ইতিহাস প্রমাণ করছে যে চীন এবং রাশিয়া একসাথে থাকার মত কখনোই কিছু করেনি। | Não sou um nacionalista, mas cem anos de história têm provado que China e Rússia nunca fizeram algo correto quando estão juntas. |
19 | সিনা ওয়োবোর এক “যাচাই করা” মন্তব্যকারী রোববার একেবারে সকালে বেইজিং- টাইমসে লিখেন যে রাশিয়া এবং চীনকে এখন নিরাপত্তা পরিষদ থেকে বের করা দেওয়া উচিত এবং সেখানে চীনের বদলে তাইয়ানকে সদস্য করা উচিত; দ্রুত এই পোস্ট মুছে ফেলা হয়। | Um comentarista “verificado” no Sina Weibo [zh] escreveu no domingo de manhã, no horário de Pequim, que Rússia e China deveriam ser removidas do Conselho de Segurança, e a China deveria ser substituída por Taiwan; esse post foi rapidamente apagado. |
20 | দুঃখিত বিশ্ব, দুঃখিত সিরিয়া, আমাদের চীন সরকার এক অসাধু সরকার -টুইটারে মাইকেল এ্যান্টি। | Perdão, mundo, perdão, Síria, nós chineses temos um governo maldoso. -Michael Anti [en], no Twitter. |
21 | নীচের এই ভয়াবহ ভিডিওটি [ সতর্কতাঃ গ্রাফিক্স উপাদান], দাবি করা হচ্ছে যে তা বৃহস্পতিবার হোমসের গণহত্যার উপর ধারণ করা হয়েছে, তা এখনো সরিয়ে ফেলা হয়নি এবং যেখানে তা রাখা হয়েছে, বিভিন্ন স্থান থেকে সেখানে শত শত মন্তব্য প্রদান করা হয়েছে। | O horrendo vídeo abaixo [AVISO: IMAGENS FORTES], supostamente do massacre nesta quinta-feira (02/fev) em Homs, ainda não foi deletado e reuniu centenas de comentários de todas as páginas onde está hospedado. |
22 | সিনা ভিডিও যেখানে এখন তা রাখা হয়েছে, সেখানে একেবার সাম্প্রতিক করা মন্তব্যটি ছিল এ রকম: | No Sina Video, onde está hospedado no momento, o comentário mais recente diz: |
23 | গোল্লায় যাক সবকিছু, আমাদের দেশ আসলে করছেটা কি? | Droga, que diabos nosso país está fazendo? |