# | ben | por |
---|
1 | প্যালেস্টাইন: “গাজা তোমাদের বিজয়ী হিসেবে অভিবাদন জানাচ্ছে” | Palestina: “Gaza queria cumprimentá-los como vencedores” |
2 | ৩১শে মে সোমবার সকালের শুরুতে যখন ফ্রিডম ফ্লোটিলায় মৃত্যুর ঘটনার কথা ছড়িয়ে পড়ে তখন মধ্যপ্রাচ্য এবং সারাবিশ্বের জনতা এক ধাক্কা খায় এবং এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে। | Pessoas em todo o Oriente Médio - e em todo o mundo - ficaram chocadas e indignadas com a notícia das mortes a bordo do Flotilha da Liberdade no início na segunda-feira. |
3 | গাজার দিকে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে যেতে থাকা ফ্রিডম ফ্লোটিলা নামক জাহাজের বহরের উপর আক্রমণের সংবাদে ফিলিস্তিনি ব্লগাররা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া প্রকাশ করে। | Blogueiros palestinos reagiram imediatamente à notícia da invasão de Israel nos navios com ajuda humanitária que se dirigiam à Gaza. Flotilha da Liberdade - A Caminho [de Gaza |
4 | গন্তব্যে যাওয়ার লক্ষ্যে চলছে ফ্রিডম ফ্লোটিলা- (ছবি ফ্রিগাজার সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে এটিকে পুনরায় প্রকাশ করা হয়েছে) | Os estudantes escrevendo para Life on Bir Zeit Campus [Vida no Campus de Bir Zeit] (Birzeit é uma universidade na Cisjordânia) estão chocados com as ações de Israel: |
5 | লাইফ অন বির জেইট ক্যাম্পাস (বিরজেইট পশ্চিম তীরের এক বিশ্ববিদ্যালয়)- ব্লগে যে সমস্ত ছাত্র লেখে তারা ইজরায়েলের এই কাণ্ডে হতভম্ব: | |
6 | আজ দিনের শুরুতে তারা যে কাণ্ড ঘটাল তা কোন ভাবে পরিমাপ করা যায় না। | O que eles fizeram nas primeiras horas de hoje, é incompreensível. |
7 | এটা বোধহীন একটা কাজ। | É insensato. |
8 | এটা ভয়ঙ্কর, অপ্রয়োজনীয় এবং নির্মম। | É horrível, desnecessário e brutal. |
9 | […] সবচেয়ে খারাপ অনুভূতি হচ্ছে এক নি:সঙ্গ অসহায়ত্বের অনুভূতি, যেখানে আপনি কোন কিছু করতে পারছেন না, যেখানে এই সুন্দর আত্মার মানুষগুলো ফ্লোটিলা নামক জাহাজের পাটাতনে (ডেকে) মৃত্যু ও আঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছে এবং মানসিকভাবে সীমাবদ্ধ এক রাষ্ট্রের সন্ত্রাসবাদের শিকার হচ্ছে। | […] O pior sentimento é o do desespero desolado, sabendo que você não pode fazer nada, enquanto estas boas almas na flotilha sofreram morte ou ferimento e ficaram aterrorizadas nas mãos do estado mentalmente desafiado. |
10 | মুতাসাহরিদ গাজার একজন ব্লগার, যিনি বর্তমানে পশ্চিম তীরে বাস করেন এবং ফ্লোটিলার যাত্রীদের প্রতি তার অনুভূতির কথা লিখেছেন।: | Mutasharrid é um blogueiro de Gaza estudando atualmente na Cisjordânia, e escreve sobre seus sentimentos em relação aos passageiros da flotilha: |
11 | বিশ্বের মুক্ত মানুষ। | Pessoas livres do mundo. |
12 | সামরিক বাহিনীর কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসবাদী ঘটনা ঘটানো। | Terroristas com uma ordem do exército. |
13 | না তোমরা অবরোধ ভাঙ্গতে পারোনি। | Não, vocês não romperam o cerco. |
14 | তোমাদের পায়ের পাতা সমুদ্রতটে পৌঁছতে পারেনি, যে তীর হুদার কান্না এবং তার বোনের রক্তে উর্বর হবে। | Seus dedos dos pés não chegaram à costa, fertilizada pelas lágrimas de Huda e o sangue de suas irmãs. |
15 | তোমরা সেখানে শূন্যে স্বাধীনতার প্রসাদ গড়তে পারোনি। | Vocês não construíram o castelo de areia da liberdade lá. |
16 | কিন্তু তোমরা ভেঙ্গে ফেলেছে তার চেয়েও বড় কিছু- যদি আমার আত্মা তোমাদের জন্য বলিদান দিতে পারতাম। | Mas vocês quebraram - que minha alma seja sacrificada para você - algo maior. |
17 | তোমরা একটি রাষ্ট্রে স্বচ্ছ চেহারা যা প্রসাধন এবং মিথ্যার উপর তৈরি তা ভেঙ্গে ফেলেছ। | Vocês quebraram a imagem de cristal do Estado, construída com base em maquiagem e falsidade. |
18 | তোমরা সমুদ্রে তাদের মিথ্যার মুখোশ খুলে ফেলেছ এবং দেখিয়েছ তাদের রণতরীর বিষদাঁত কত ভয়ঙ্কর, যা এক বাক্স ওষুধ ও হুইলচেয়ারের জন্য সর্বোচ্চ সতর্ক। | Ao mar, vocês jogaram sua máscara falsa [de Israel], e mostraram os dentes de uma frota naval, que estava em alerta máximo por causa de uma caixa de remédios e uma cadeira de rodas. |
19 | ফ্রিডম ফ্লোটিলা- ব্যানার (ছবি ফ্রিগাজার, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে এটিকে পুনরায় প্রকাশ করা হয়েছে) | Flotilha da Liberdade - Banner (foto de FreeGaza, sob licença Creative Commons) |
20 | গাজা থেকে ব্লগ করেন ওলা। তিনি একটি পোস্ট লিখেছেন যার নাম পাইরেট অফ দা মেডিটেরিনিয়ান (ভূমধ্যসাগরের জলদস্যু): | Ola, que bloga no From Gaza [De Gaza], escreve em um post chamado Piratas do Mediterrâneo: |
21 | যারা ভাবে জলদস্যুদের যুগ শেষ হয়ে গেছে… অথবা যা কেবল হলিউডের কাল্পনিক চলচ্চিত্রে নির্দিষ্ট বিষয় হয়ে গেছে…. তোমরা ফ্রিডম ফ্লোটিলায় যারা শহীদ হয়েছ…. | Para quem pensava que a época dos piratas havia passado… Ou que havia sido confinada à fantasia nos filmes de Hollywood… Pense outra vez! |
22 | গাজা তোমাদের বিজয়ী হিসেবে অভিবাদন জানাতে চায়.. কিন্তু বেহেশত তোমাদের শহীদ হিসেবে গ্রহণ করেছে … সমুদ্রের ঢেউ এবং গাংচিল আর সূর্যান্ত, সকলে তোমাদের জন্য কাঁদছে… | Vocês, os mártires da flotilha da liberdade… Gaza queria cumprimentá-los como vencedores… mas o céu os cumprimenta como mártires… As ondas do mar, as gaivotas e o pôr do sol todos choram por vocês… |