Sentence alignment for gv-ben-20120719-28582.xml (html) - gv-por-20120714-32983.xml (html)

#benpor
1তিউনিসিয়া: অনলাইন মঞ্চ থেকে পুলিশী অত্যাচার পর্যবেক্ষণTunísia: Plataforma Online para Monitorar Abuso Policial
2ইয়েজ্জি [তিউনিসিয়ার আঞ্চলিক ভাষায় “যথেষ্ট”] একটি “তিউনিসিয়াতে পুলিশ পর্যবেক্ষণ মানচিত্র” যার উদ্দেশ্য হলো ঘুষ গ্রহণ, শারীরিক বা যৌন নির্যাতন থেকে শুরু করে বর্ণবিদ্বেষ এবং মৃত্যুর হুমকি পর্যন্ত পুলিশী অপব্যবহার নথিবদ্ধ এবং রিপোর্ট করা।Yezzi [que pode ser traduzido como “basta” no dialeto tunisiano], é um “mapa de monitoramento de policiais na Tunísia” que busca documentar e relatar casos de abuso policial que incluem suborno, abuso sexual, violência, racismo e até mesmo ameaças de morte.
3ডিজিটাল স্বাধীনতার জন্যে তিউনিসিয়ার সমিতি [ফরাসি নামের আদ্যক্ষর থেকে এটিএলএন নামে পরিচিত] মঞ্চটি চালু করেছে, যারা “তিউনিসিয়াতে একটি গণতান্ত্রিক, মুক্ত ও খোলা সমাজ গড়ে তুলতে সাহায্য” করার জন্যে ইয়েজ্জি'র মতো অনলাইন মঞ্ছ তৈরির নতুন প্রযুক্তির প্রয়োগ করছে।A plataforma foi lançada pela Associação Tunisiana para as Liberdades Digitais [fr, conhecida como ATLN no acrônimo em francês], que desenvolve novas tecnologias para criar plataformas como Yezzi como uma maneira de “ajudar a construir uma sociedade democrática, livre e aberta na Tunísia”. Em abril, Yezzi ficou em primeiro lugar no Concurso Nacional de Softwares Livres, que neste ano premiou os projetos de código aberto mais inovadores.
4বিনামূল্যের সফটওয়্যার হিসেবে ইয়েজ্জি জাতীয় প্রতিযোগিতায় প্রথম আবির্ভূত হয় গত এপ্রিলে এবং এই বছর সবচেয়ে উদ্ভাবনী মুক্ত-উৎস প্রকল্প হিসেবে পুরস্কৃত হয়।A ATLN define Yezzi assim [fr]: Baseado na Plataforma Ushahidi, Yezzi procura coletar testemunhos de violência enviados por celular, pela web, via e-mail e SMS, e então posta essa informação em um Google Map.
5এটিএলএন ইয়েজ্জি'কে সংজ্ঞায়িত করেছে এভাবে [ফরাসী ভাষায়]: আমরা বিশ্বাস করি যে স্বচ্ছতা শুধুমাত্র সমস্যার সমাধান করবে না সেগুলো ভাল করে বুঝতেও সাহায্য করতে পারে।Yezzi implementa o conceito de crowdsourcing no serviço de mapeamento social por dispositivos móveis, bem como uma combinação de ativismo social, jornalismo cidadão e informações geográficas… Nós acreditamos que a transparência pode ajudar não apenas a resolver os problemas, mas também a compreendê-los melhor.
6ইয়েজ্জি. ইনফো তিউনিসিয়াতে পুলিশী পর্যবেক্ষণ সহিংসতার বিরুদ্ধে স্বচ্ছতা।Yezzi.info Monitoramento de Policiais na Tunísia.
7অনেক বছর ধরে তিউনিসিয়া এমন একটি দেশে পরিণত হয়েছে যেখানে পুলিশের দুর্নীতি এবং অপব্যবহার দৃষ্টি এড়িয়ে যেত - তারা শাস্তি পেতো না।Transparência contra a Violência. Por muitos anos, a Tunísia foi um país onde a corrupção policial e os abusos passaram despercebidos e impunes.
8জনগণ এসব অন্যায় কর্ম সম্পর্কে নিজেদের মধ্যে কথা বললেও খুব কম লোকেই এসব নিয়ে প্রকাশ্যে বলতে বা ন্যায়বিচার চাইতে সাহস করতো।As pessoas conversavam sobre isso entre si, mas apenas uns poucos ousavam falar em público ou recorrer à justiça.
9পুলিশের নির্যাতনের শিকার অথবা কেউ পুলিশ কর্মকর্তাদের এধরনের অন্যায় কর্ম করতে দেখলে ইয়েজ্জি তাদের এধরনের ঘটনা সম্পর্কে ইচ্ছে করলে বেনামীভাবে অনলাইনে অভিযোগ করার সুযোগ করে দিয়েছে।
10এই মঞ্চটির ব্যবহারকারীরা পুলিশের নির্যাতন চিত্রায়িত করে ভিডিও এবং আপলোড করতে পারেন। ইয়েজ্জিকে নেটনাগরিকদের স্বাগত:Yezzi oferece a quem passou por abuso policial - ou testemunhou o envolvimento de oficiais em transgressões - a chance de relatar esses incidentes, anonimamente se preferir.
11তিউনিসিয়ার নেটনাগরিকরা ইয়েজ্জিকে স্বাগত জানিয়েছে।Os usuários dessa plataforma também podem publicar vídeos e fotos ilustrando os fatos.
12টুইটার মাধ্যমে তাদের কয়েকটি প্রতিক্রিয়া এখানে দেয়া হলো।Yezzi foi bem recebida pelos internautas: Internautas tunisianos receberam bem a plataforma Yezzi.
13@দা৭দু৭এ: টিএন. ইয়েজ্জি.Aqui estão algumas de suas reações via Twitter.
14ইনফো একটি ভাল উদ্যোগ যদিও সম্পূর্ণভাবে তথ্যপূর্ণ: থেকে পুলিশী লংঘন সম্পর্কে অভিযোগের একটি ওয়েবসাইট ‪#পুলিশ #এন্নাহাদা@Da7dou7a: tn.yezzi.info uma boa iniciativa, porém, puramente informativa: um website para relatar violações promovidas por policiais. ‪
15@আজিয়োজ: আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পৃষ্ঠায় নিচের বার্তাটি পোস্ট করেছিলাম: “অনুগ্রহ করে প্রশাসনিক বিজ্ঞাপন দিন টিএন.
16ইয়েজ্জি.#Police‬ ‪#Enahdha‬
17ইনফো/রিপোর্টস” সঙ্গে সঙ্গেই বার্তাটি ব্লক করে দেয়া হয়েছিল ? @জেসমিনটিএন: ইয়েজ্জি.@Azyyoz: Eu postei a seguinte mensagem na página do Ministério do Interior no Facebook: “Anúncio da Administração, por favor acesse tn.yezzi.info/reports “=> a mensagem foi imediatamente bloqueada :D
18ইনফো কাজে লাগতে পারে। তবে আমি আশা করি এটা আপনাদের কারো দরকার হবে না!@JasminTN: Yezzi.info pode ser útil, mas enfim, espero que não aconteça com nenhum de vocês! tn.yezzi.info/main
19টিএন.
20ইয়েজ্জি.
21ইনফো /প্রধান