Sentence alignment for gv-ben-20090327-2080.xml (html) - gv-por-20090327-2528.xml (html)

#benpor
1গ্লোবাল ভয়েসেস বই পাঠের চ্যালেন্জ: বইয়ের মাধ্যমে সারা বিশ্বকে জানুনDesafio do Livro Global Voices – Conheça o mundo com leitura!
2আগামী ২৩শে এপ্রিল হচ্ছে ইউনেস্কো বিশ্ব বই দিবস। গ্লোবাল ভয়েসেসের লেখকেরা শুধু ব্লগই ভালবাসে এমন না - তারা বই পড়তেও পছন্দ করে।O dia 23 de abril é o Dia Internacional do Livro [en], instituído pela UNESCO - e só por que a equipe do Global Voices adora blogar, isso não significa que esquecemos das outras formas da palavra escrita!
3আমরা যেহেতু মনে করি যে সাহিত্য পঠনের মাধ্যমে অন্যান্য দেশের সংস্কৃতি সম্পর্কে জানা যায় এবং এটি খুবই আনন্দদায়ক তাই আমরা একটি বই পাঠ প্রতিযোগীতার আয়োজন করেছি।Na verdade, como achamos que ler literatura é um jeito tão divertido de aprender sobre outras culturas, fizemos um divertido desafio para todos os colaboradores e leitores do Global Voices, e também para os blogueiros de todos os lugares.
4গ্লোবাল ভয়েসেস এর লেখক, পাঠক এবং বিশ্বব্যাপী যে কোন ব্লগার এতে যোগ দিতে পারবেন।1) Leia durante o próximo mês um livro de de um país cuja da literatura você nunca leu nada antes.
5গ্লোবাল ভয়েসেস বই পাঠের চ্যালেন্জটি হচ্ছে নিন্মরূপ:2) Escreva uma publicação para seu blog sobre ele durante a semana do dia 23 de abril.
6১) আগামী মাসে আপনি এমন একটি দেশের বই পড়ুন যে দেশের সাহিত্য আপনি আগে কখনও পড়েন নি। ২) আপনি এপ্রিলের ২৩ তারিখ বা সেই সপ্তাহে এটি নিয়ে একটি ব্লগ পোস্ট লিখুন।Se você gostaria de saber o que deveria ler do Vietnã, da Bolívia, de Moçambique ou da Nova Zelândia, ou de qualquer outro país, apenas pergunte nos comentários abaixo!
7আপনি যদি জানতে চান যে ভিয়েতনাম, বলিভিয়া, মোজাম্বিক, নিউজিল্যান্ড বা অন্য যে কোন দেশের কোন উল্লেখযোগ্য বইটি পড়বেন তাহলে দয়া করে মূল ইংরেজী পোস্টের মন্তব্যের স্থানে প্রশ্নটি রাখুন।
8কেউ নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে।Certamente alguém deixará sugestões.
9আপনার দেশের উল্লেখযোগ্য কোন বইটি বিশ্বের পাঠকরা পড়তে পারে তাও আপনি উক্ত মন্তব্যের স্থানে জানিয়ে দিতে পারেন।
10আপনারা কোন বই পড়ার পর (এবং এ নিয়ে ব্লগে লেখার পর) দয়া করে আমাদের জানাবেন।E se você tiver qualquer recomendação para alguma leitura obrigatória do seu país, por favor, também deixe um comentário.
11আমরা জানতে আগ্রহী যে আপনার এই সাহিত্য যাত্রায় আপনি কি অভিজ্ঞতা লাভ করলেন।Assim que tiver lido o livro (e escrito a publicação!), nos deixe sabendo - adoramos descobrir o quê você aprendeu em sua expedição literária.
12আপনারা উপরের এবং নীচের গ্রাফিক্সগুলো ব্যবহার করতে পারেন গ্লোবাল ভয়েসেস বই পাঠের চ্যালেন্জটি প্রচারের জন্যে।Sinta-se livre para usar as imagens de acima e abaixo para espalhar a notícia do Desafio do Livro Global Voices!