Sentence alignment for gv-ben-20081219-1463.xml (html) - gv-por-20090125-1535.xml (html)

#benpor
1মেক্সিকো: অপহরণ বিরোধী বিশেষজ্ঞকে অপহরণ করা হয়েছেMéxico: Perito em anti-seqüestros foi sequestrado
2মেক্সিকো অপরাধের জোয়ারের মুখোমুখি, যেখানে দেশী এবং বিদেশী নাগরিকরা অপহরণের লক্ষবস্তুতে পরিণত হচ্ছে।Publicado originalmente em 17 de dezembro de 2008.
3সম্প্রতি কোয়াহিলা প্রদেশের রাজধানী সালতিল্লোতে এমন একটা ঘটনা ঘটেছে যেখানে আমেরিকার অপহরণ বিরোধী বিশেষজ্ঞ ফেলিক্স বাতিস্তাকে মুখোশপরা বন্দুকধারীরা অপহরণ করে।O México está atravessando uma nova onda de delitos na qual, tantos os cidadãos mexicanos quanto os estrangeiros, estão sendo vítimas de seqüestros.
4বাতিস্তা সেখানে টেক্সাসে অবস্থিত নিরাপত্তা ফার্ম এএসআই গ্লোবাল এলএলসির পরামর্শক হিসাবে একটি সেমিনারে অংশগ্রহণ করছিলেন।O último caso ocorreu em Saltillo, estado de Coahuila, quando o perito estadunidense em anti-sequesttros, Félix Bastista, foi seqüestrado por mascarados armados.
5এই ধরণের অপরাধ নিয়ে তার কাজ করার অভিজ্ঞতা সমগ্র ল্যাটিন আমেরিকাতে সমাদৃত বিশেষ করে সেই সব গোষ্ঠিদের কাছে যারা জানতে চায় কেমন করে এই অপরাধ দমন করা যায়।Batista estava no país participando de um seminário como assessor da empresa de segurança Texas ASI Global LLC.
6কিন্তু তার অপহরণ প্রমান করে যে সবাই ঝুঁকির মধ্যে আছে।As empresas que desejam aprender como evitar o crime solicitam a experiência de Batista em criminalidade latino-americana.
7এই অপহরণের ব্যাপারে দ্য মেক্স ফাইলসের কয়েকটা প্রশ্ন আছে:Apesar disso, o seqüestro do perito prova que todos corremos riscos.
8বাতিস্তা যদি একজন বিশেষজ্ঞ হন তাহলে কি করে তিনি অপহৃত হলেন?Mex Files tem algumas considerações sobre o caso [en]:
9বাতিস্তা হিউস্টন টেক্সাসের একটা ‘নিরাপত্তা পরামর্শক' ফার্ম এএসআই গ্লোবালের কর্মচারী ছিলেন।Batista foi funcionário de uma empresa de Houston, Texas, uma “consultoria de segurança” chamada ASI Global.
10কথিত আছে যে তিনি সালতিল্লোতে ব্যক্তিগত কাজে এসেছিলেন, কিন্তু কার জন্য তিনি কাজ করছিলেন?Nos informaram que se encontrava em Saltillo para tratar de negócios, mas para quem trabalhava?
11এএসআই গ্লোবাল কি একটা আমেরিকান কোম্পানি যারা “মেরিদা পরিকল্পনা'র” জন্য টাকা পাচ্ছে….É a ASI Global uma das empresas estadunidenses financiadas pelo “Plano Mérida” …?
12আর এটা প্রশিক্ষকদের যোগ্যতার ব্যাপারে কি বলে?E o que isso significa para avaliar a competência dos treinadores?
13কিছু পরিসংখ্যানে দেখা যায় যে প্রতি দিন গড়ে ২ জন অপহৃত হচ্ছে আর এটা বেশী হচ্ছে উত্তরের সীমানার শহরগুলোতে।Algumas estatísticas asseguram que, aproximadamente, ocorrem dois seqüestros por dia e, especialmente, prevalecem nas fronteiras dos estados do norte do México.
14বিশ্বের যে কোন দেশের তুলনায় মেক্সিকোতে অপহরণের হার জনপ্রতি সব থেকে বেশী।O país possui o maior número de seqüestros per capita dentre todos os países do mundo.
15এই সব ঘটনা অপহৃতদের বন্ধু আর পরিবারকে ক্ষতিগ্রস্ত করে, যেমন ব্লগার টনি স্কোটি, যিনি বাতিস্তার বন্ধু:Esses casos afetam os amigos e familiares dos seqüestrados, como é o caso do blogueiro Tony Scotti, amigo de Batista [en]:
16আমি ফেলিক্সকে চিনি, আর তিনি খুব যোগ্য ব্যক্তি।Conheço Félix, ele é uma pessoa muito competente.
17সংশ্লিষ্ট ব্যবসায় তার ২০ বছরের বেশী অভিজ্ঞতা আছে।Félix tem mais de vinte anos de experiência nos negócios de K&R (sic).
18ফেলিক্স উচ্চ প্রোফাইল রাখা ব্যক্তি, প্রায় যার উদ্ধৃতি সংবাদপত্রে দেয়া হয় আর এই মাসের নিরাপত্তা ম্যানেজমেন্ট ম্যাগাজিনেও তার উদ্ধৃতি আছে।É um homem possuidor de excelente currículo e freqüentemente seu nome é mencionado em jornais e revistas. No corrente mês participou em artigo publicado pela Security Management Magazine, especializada em segurança.
19তার উচ্চ প্রোফাইল তার অপহরণের কারন হতে পারে।A posição ocupada por Félix pode ter sido a causa do rapto.
20সংবাদপত্রের বর্ণনা পড়ার পর আমার মনে হয়েছে তাকে ফাঁদে ফেলা হয়েছে, আর এটা করেছে তার কোন কাছের মানুষ যাকে তিনি বিশ্বাস করতেন।Após ler as notícias sobre o caso nos jornais, acredito que Félix caiu em uma armadilha arquitetada por alguém de sua confiança.
21মেক্সিকো পারা লোস মেক্সিকানোসের এল নাহাউল ব্লগ চিন্তিত যে এই কাজের পরিণতি বাকী দেশের জন্য কি প্রভাব ফেলতে পারে:El Nahual de México Para Los Mexicanos está preocupado com o que pode significar esse ato para o resto do país [es].
22আমার প্রথম প্রতিক্রিয়া হাসি ছিল, কিন্তু শ্লেষপূর্ণ।Minha primeira reação foi rir, de forma irônica.
23আমার দ্বিতীয় প্রতিক্রিয়া হচ্ছে ভয়… যদি একজন ভূতপুর্ব মিলিটারী বিশেষজ্ঞ যার নিরাপত্তার ক্ষেত্রে ২৪ বছরের অভিজ্ঞতা আছে তাকে অপহরন করা হয়, তাহলে আমাদের বাকীদের কি সুযোগ আছে অপহৃত না হওয়ার?Minha segunda reação é medo… se um perito, um ex-soldado com 24 anos no domínio da segurança é raptado, quais as oportunidades do resto dos mortais de não serem?