# | ben | por |
---|
1 | ভাসমান আলোকচিত্রে সিঙ্গাপুর | Levitando em Cingapura |
2 | জেডেন তান এবং জেফ চেয়ং সিঙ্গাপুর জুড়ে ‘ভেসে বেড়িয়েছেন' আর ছাত্র-ছাত্রীদের শিখিয়েছেন ভাসমান আলোকচিত্রের গোপন কলা-কৌশল সম্পর্কে। | Jayden Tan e Jeff Cheong têm ‘levitado' por Cingapura e a dupla está ensinando os segredos da fotografia de levitação para estudantes. |
3 | তাদের প্রকল্পটি সিঙ্গাপুরবাসীর মনযোগ আকর্ষণ করেছে এবং এরই মধ্যে অনেকেই তাদের আলোকচিত্রের সৃজনশীলতা লক্ষ্য করেছে। | O projeto está chamando a atenção no país e muita gente já notou a criatividade das fotos. |
4 | আমরা এই ভাসমান আলোকচিত্রকে গভীরভাবে নিয়েছি। | A gente leva fotografia de levitação a sério. |
5 | এতে কোন কেবলের (দড়ি) সাহায্য নেয়া হয়নি, সাহায্য নেয়া হয়েছে ঘাম আর উদ্যমের। | Tudo é feito sem cabos, sempre na base do suor e da paixão. |
6 | কোন ফটোশপ নয়, নয় কোন স্পর্শ। | Sem photoshop nem retoques. |
7 | আমরা শুধুমাত্র রঙ সংশোধন করেছি একটি নির্দিষ্ট আবহ তৈরী করার জন্যে। বুঝেছেন নিশ্চয়ই | A gente só corrige o colorido das fotos para criar um certo clima :-) |
8 | জেডেন এবং জেফ তাদের বিস্ময়কর আলোকচিত্রগুলি আমাদের গ্লোবাল ভয়েসেসের পাঠকদের সঙ্গে ভাগাভাগি করার অনুমতি দিয়েছে। | Jayden e Jeff nos deram permissão para compartilhar as suas maravilhosas fotos com os leitores do Global Voices. |
9 | তাদের সাথে আমাদের একটি ইমেইল সাক্ষাৎকার নিচে দেওয়া হলো। | Veja abaixo uma entrevista que fizemos com eles por email. |
10 | কী আপনাদেরকে এই প্রকল্পটি শুরু করতে অনুপ্রাণিত করেছে? | O que inspirou vocês a começarem esse projeto? |
11 | কখন আপনারা এই প্রকল্প শুরু করেছেন? | Quando vocês começaram? |
12 | নাৎসুমি হায়াশি তার মধ্যাকর্ষণ-বিরোধী ছবি তোলার মাধ্যমে ভাসমান আলোকচিত্রকে বিখ্যাত করেছেন। | Natsumi Hayashi tornou a fotografia de levitação famosa com suas fotos que desafiam a gravidade. |
13 | এবং তারপর থেকে এশিয়ার অনেকে এই উন্মাদনায় যোগ দিয়েছেন এবং তাদের দৈনন্দিন (আটপৌরে) জীবনের প্রবহমান কর্মকাণ্ডে লিপ্ত থেকে তাদের নিজেদের ‘ভাসমান' অমত্ত ছবিগুলো ভাগাভাগি করা শুরু করেছেন। | E, desde então, muitas pessoas na Ásia e em todo o mundo aderiram à mania e começaram a compartilhar fotos legais delas próprias “flutuando” enquanto executam atividades cotidianas (mundanas). |
14 | গত বছরের জুলাইতে আমরা ফেসবুক পৃষ্ঠাটি চালু করেছি। | Começamos a página do Facebook em algum momento de julho do ano passado. |
15 | স্থানীয় সম্প্রদায়ের কাছ থেকে আপনারা কী কী প্রতিক্রিয়া লাভ করেছেন? | Quais são as reações que o projeto recebe da comunidade local? |
16 | কয়েকটি দল সিঙ্গাপুরে ভাসমান আলোকচিত্র তুলছে। | Havia vários grupos tirando fotos de levitação em Cingapura. |
17 | আমরা সবাই একই আবেগ দিয়ে সংযুক্ত এবং এটা খুব ভাল যে স্থানীয় পত্রিকাগুলো এই বিশেষ আগ্রহী দলটির বিষয়ে প্রথম পাতায় একটি কাভারেজ দিয়েছে! | Estamos todos conectados pela mesma paixão e foi massa quando os jornais locais estamparam uma cobertura deste grupo de interesse especial na primeira página! |
18 | এই প্রকল্পটিতে আপনাদের প্রিয় আলোকচিত্র কোনগুলো? | Quais são suas fotos favoritas do projeto? |
19 | আমাদের পছন্দ গত বছরের ক্রিসমাসের সর্বশেষ অ্যালবামটি। | A gente gosta do último álbum feito para o Natal do ano passado. |
20 | আমরা নৃত্যশিল্পী, খাদ্য-বিষয়ক ব্লগার এবং আমাদের কিছু বন্ধুদের সহযোগিতা নিয়ে কাজ করেছি। | Colaboramos com dançarinos, blogueiros gastronômicos e alguns dos nossos amigos. |
21 | এত বড় একটা দলের ছবি তোলা যেন একটি মহাকাব্যিক ব্যাপার। | Foi uma sessão fotográfica épica, com um grupo tão grande. |
22 | অ্যালবামটির থিম ছিল নাতিশীতোষ্ণ অঞ্চলের ক্রিসমাস এবং আমরা মনে করি ক্রিসমাসের আনন্দ চারদিকে ছড়িয়ে দিতে এটা জাদুর মতো কাজ করেছে। | O tema foi o Natal nos trópicos, que achamos que conta com magia para espalhar a alegria do Natal. |
23 | অন্য যেটি আমরা পছন্দ করেছি সেটি হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অ্যালবামের তোলা ছবিটি। | O outro que gostamos é o álbum fotografado no Changi, aeroporto de Cingapura. |
24 | ভাগ্য ভাল যে আমরা বিমানবন্দরটির ট্রানজিট এলাকার ছবি তোলার অনুমতি পেয়েছি। | Tivemos a sorte de obter permissão para filmar na área de trânsito. |
25 | প্রজাপতির বাগান, গতিশীল বৃষ্টির ভাস্কর্য এবং ছাদের উপরে একটা সুইমিং পুলের মতো খুবই আকর্ষণীয় পটভূমিসহ বিমানবন্দরের দৃশ্য খুবই সুন্দর। | O aeroporto tem um belo cenário e panos de fundo muito interessantes, como o jardim das borboletas, a escultura de chuva cinética e uma piscina na cobertura. |
26 | ভাসমান আলোকচিত্র প্রকল্প নিয়ে এবছরের পরিকল্পণা | Quais são os planos do projeto de levitação para este ano? |
27 | আমরা এই মজা এবং সৃজনশীল নতুন নতুন গল্প বলা চালিয়ে যাবো আর পূর্ববর্তী অ্যালবামের কৃতিত্বকে অতিক্রম করার জন্যে নিজেদের চ্যালেঞ্জ করা অব্যাহত রাখবো। | A gente vai continuar com novas ideias divertidas e criativas, e encarar o desafio de superar o álbum anterior. |
28 | শেষাবধি আমরা নবীন শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কাজ ভাগাভাগি করার সুযোগ পেয়েছি। | Recentemente, tivemos a oportunidade de compartilhar nosso trabalho com os jovens estudantes. |
29 | এবং এর মজার দিকটি হলো যে এতে ছড়িয়ে দেওয়ার মতো উচ্ছ্বল কিছু জীবনের দক্ষতা রয়েছে। | E o lado divertido das coisas certamente comunica com alegria algumas lições de vida. |
30 | ভাসমান আলোকচিত্রের নিখুঁত ছবিটি তোলার জন্যে কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে। | A fotografia de levitação requer muito trabalho para capturar a foto perfeita. |
31 | এতে অধ্যবসায়, দৃঢ়তা এবং উৎকর্ষের শিক্ষা রয়েছে যা আমরা তাৎক্ষণিক প্রয়োগ হিসেবে ভাগাভাগি করে থাকি। | Lições de tenacidade, perseverança e perfeição aparecem e a gente as compartilha em engajamentos pontuais. |
32 | হাতে-কলমে শিক্ষা দিয়ে অধিবেশনটি সমাপ্ত হয় যেখান থেকে তারা কাজটি সম্পর্কে একটি সম্যক ধারণা পায়। | A sessão termina com uma aula prática, onde todos têm uma noção do trabalho. |
33 | কিন্তু ফলাফলটি দেখার পর গর্ব এবং বিস্ময়ে তাদের বুক ফুলে উঠে এবং এটা বাচ্চাদের মধ্যে অসম্ভবকে সম্ভব করার আত্মবিশ্বাস যোগায়। | Mas quando as pessoas vêem o resultado, o orgulho e a admiração entram em ação e deixam esses garotos com uma sensação de realização ao se verem fazendo o impossível. |