# | ben | por |
---|
1 | ইরানঃ কর্তৃপক্ষ পরিবেশবাদী ব্লগারের বিরুদ্ধে মামলা করেছে | |
2 | হৌমান খাকপুর একজন পরিবেশবাদী ব্লগার। | Irã: Blogueiro Ambientalista Processado pelas Autoridades |
3 | চাহারমহাল বাখতিয়ারি প্রদেশের রাষ্ট্রীয় পরিবেশ রক্ষা বিভাগ তার বিরুদ্ধে মামলা করেছে। এই প্রদেশে একটি গ্যাস লাইন বসানোর ফলে তা পরিবেশের উপর কি ধরনের বিপদ নিয়ে আনবে, এই বিষয়ে কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়। | Houman Khakpour, um blogueiro ambientalista iraniano, foi processado pela Secretaria de Proteção Ambiental do governo da província de Chahrmahal Bakhtyan por avisar dos perigos ambientais de um projeto de gasoduto na região. |
4 | খাকপুর তার ব্লগ ডিডেহ বান তাবিতে বাখতিয়ার-তে (বাখতিয়ারির পরিবেশ পর্যবেক্ষক) বিষয়টি ব্যখ্যা করেছে। তার বিরুদ্ধে “জনমতকে বিরক্ত করা” এবং “মিথ্যা সংবাদ ছড়ানোর” অভিযোগ আনা হয়েছে। | Khakpour explicou em seu blog, Dideh ban Tabiate Bakhtyari (ou “Vigilante da Natureza de Bakhtyari”), que está sendo acusado de “perturbar a opinião pública” e de “espalhar notícia falsa”. |
5 | শনিবার ২৮ মে, ২০১১ তারিখে সে লিখছে [ফার্সী ভাষায়]: | No sábado, 28 de maio de 2011, ele escreveu [fa]: |
6 | টাঙ্গ-এ সাইয়েদ নামের একটি সংরক্ষিত এলাকার মাঝ দিয়ে গ্যাসের পাইপলাইন বসানোর জন্য রাস্তা নির্মাণের বিষয়ে আমি একটি পোস্ট লিখেছিলাম। এরপর চাহারমহল বাখতিয়ারি এলাকার পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর আমার বিরুদ্ধে মামলা করে এবং এখন এর জন্য শাহের কার্দ শহরের এক বিচারকের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। | Depois que escrevi um artigo sobre a construção de uma estrada para que se passe um gasoduto pela área de proteção ambiental ‘Tang-e- Sayad' [en], a Secretaria de Proteção Ambiental de Chahrmahale Bakhtyari me processou e eu devo ir a julgamento na cidade de Shahre Kurd. |
7 | এই বিষয়ে আমার লেখা পোস্টটি বেশ কিছু ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। | Meu artigo sobre esse assunto foi republicado por diversos sites. |
8 | পরিবেশবাদী ব্লগার হৌমান খাকপুর। | Blogueiro ambientalista iraniano Houman Khakpou. |
9 | এক মাস আগের এই বির্তকিত পোস্টে, হৌমান খাকপুর যুক্তি প্রদান করেন [ফার্সী ভাষায়] যে পরিবেশ সংরক্ষণ বিভাগ ঠিক সংরক্ষতি এলাকার পাশ দিয়ে তৈরি হতে যাওয়া ১০ কিলোমিটারের গ্যাস পাইপ লাইন এবং রাস্তার ব্যাপারে কোন প্রতিবাদ করেনি। | No controverso texto de cerca de um mês atrás, Houman Khakpour discute [fa] que a Secretaria de Proteção Ambiental não oferecera nenhuma resistência a permitir que um gasoduto e que uma estrada de 10 quilômetros passem por uma área protegida. |
10 | মোজগান জামশিদি, ইরানের এক অন্যতম পরিবেশবাদী সাংবাদিক এবং ব্লগার। ভদ্রমহিলা এই সংবাদে বিস্মিত এবং তিনি বলেছেন যে বিগত ৪০ বছরে মধ্যে তিনি এ রকম সংবাদ শোনেননি। | Mojgan Jamshidi, uma influente jornalista ambiental e blogueira, foi surpreendida pela notícia e diz não ter visto uma ação similar nos últimos 40 anos. |
11 | তিনি লিখেছেন [ফার্সী ভাষায়]: | Ela escreve [fa]: |
12 | এটা অবিশ্বাস্য যে পরিবেশ সংরক্ষণ বিভাগের প্রধান যে কিনা দাবি করে, সে ১১ বছর ধরে প্রচার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেছে, সে একজন ব্লগার সম্বন্ধে অভিযোগ করেছ এবং ‘জনমতকে বিরক্ত করা' এবং ‘ভূয়া সংবাদ প্রকাশ করার দোষে' তাকে দোষী সাব্যস্ত করেছে। | É inacreditável que o chefe da Secretaria de Proteção Ambiental, que diz ter 11 anos de experiência com a mídia, reclame de um blogueiro e o acuse de perturbar a opinião pública e de publicar falsas notícias. |
13 | এটা বিস্ময়কর বিষয় যে সরকার তাদের প্রতি প্রচণ্ড সহনশীল যারা প্রকৃতি ধ্বংস করছে, এদিকে যারা প্রকৃতি প্রেমিক এবং পরিবেশ নিয়ে কাজ করছে, আর তাদের রক্ষা করার কাজ করছে, সরকার তাদের বিরুদ্ধে মামলা করছে। | É incrível que as autoridades sejam tão tolerantes para com aqueles que destroem a natureza, enquanto processam um amante da natureza e ativista ambiental. |
14 | এনিমেল পারশিয়ান বলছে যে [ফার্সী ভায়ায়], হৌমান তার ব্লগে এক গভীর দৃষ্টিভঙ্গী দিয়ে পরিবেশ বিষয়ক বিষয়গুলো বিশ্লেষন করেছে। | Animal Persian diz [fa] que Houman, em seu blog, analisa os problemas ambientais com um olho crítico. |
15 | পরিবেশ বিষয়ে সে ১৯ বছর ধরে অভিজ্ঞতা অর্জন করেছে। | Ele tem 19 anos de experiência nesse campo. |
16 | ব্লগার বলছে যে মনে হয় সরকার এখন কেবল পরিবেশবাদী ব্লগই নিষিদ্ধ করতে যাচ্ছে না, একই সাথে সরকার ব্লগারদেরও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। | O blogueiro diz que, aparentemente, as autoridades não só passaram a filtrar (censurar) blogs ambientais, mas também passaram a visar os próprios blogueiros. |