Sentence alignment for gv-ben-20081015-1298.xml (html) - gv-por-20081015-1393.xml (html)

#benpor
1মিশরঃ খাঁচাবন্দী সার্ডিনের মত বিনা বিচারে আটকদের স্তুপEgito: Detentos Empilhados Como Sardinha em uma Jaula?
2একটা খাঁচার মধ্যে একজনের উপরে আরেকজন বন্দীদের স্তুপ করে রাখা হয়েছে?Prisioneiros empilhados uns sobre os outros em uma jaula?
3পুরস্কার বিজয়ী মিশরীয় ব্লগার ওয়ায়েল আব্বাস তার জনপ্রিয় ব্লগ মিশর ডিজিটালে মানবাধিকার লংঘনের আরেকটা ভয়াল চিত্র প্রকাশ করেছেন।O premiado blogueiro egípcio Wael Abbas expõe mais uma terrível violação dos direitos humanos em seu popular blog Misr Digital [Ar].
4ওয়ায়েল ব্যাখ্যা করেছে:Wael explica:
5সেলুলার ফোনে তোলা এই ছবিটা আমার মেসেঞ্জারে কেউ পাঠিয়েছে।
6একটা পুলিশ স্টেশনে বিনা বিচার আটক বন্দীদের প্রকোষ্ঠের চিত্র এটি- আমি জানি না এর অবস্থান কোথায়। আপনারা দেখছেন যে প্রকোষ্ঠটি একটা ধাতব খাঁচার মত যেখানে ঐসব আটকদের বানরের মত স্তুপ করে রাখা হয়েছে।“Esta foto me foi enviada em meu messenger e foi tirada por um telefone celular na sala de detenção de uma delegacia de polícia - eu ainda não sei qual - e como você pode ver, a sala é uma jaula de metal onde os detentos estão empilhados como se fossem macacos.
7ভয়ংকর রকমের অমানবিক এবং একটা পশুর চেয়েও জঘন্য ভাবে রাখা হয়েছে কারণ মরে যেতে পারে ভেবে কেউ একটা পশুকেও এভাবে রাখবে না।É tão inumano, e tão pior do que a maneira que um animal seria tratado, pois nenhum animal seria tratado assim simplesmente pois nós nos preocuparíamos que ele poderia morrer.
8এমন ছবি পরাবস্তব চিত্রেও ভাবা দুষ্কর অথবা কোন প্রদর্শনীর উন্মত্ত কল্পনায়ও একজনের উপরে আরেকজনকে এভাবে স্তুপীকৃত করার কথা কেউ বলবে না।Esta é uma cena difícil de imaginar até mesmo em uma pintura surreal, e inimaginável demais até mesmo para um espetáculo daqueles em que se fala de empilhar pessoas umas sobre as outras.
9তারপরেও একটা চিত্র সহস্র কথা বলে এবং ইশ্বর আমাদের জন্য প্রযুক্তিকে রক্ষা করুন।Contudo, uma imagem fala mais do que mil palavras e que Allah proteja a tecnologia para nós.”
10পোস্টটিতে মন্তব্যকারীরা ভাষা হারিয়ে ফেলেছেন:Os comentadores da blogada estão sem palavras.
11মিশর আল মুসলিমা লিখেছেন:Misr Al Muslima escreve:
12আবু ঘরিব এবং গুয়ান্তামো বে'তেও এমনটি করা হয়নি।“Isso não foi feito nem em Abu Ghraib e em Guantanamo Bay.
13এটা এমনকি ফ্লিকের বৈজ্ঞানিক কল্পকাহিনীরও কোন ছবি নয়।Isso não é nem mesmo uma cena de um filme de ficção científica.
14এমন অবস্থায় মিশরীয়রা আজ নিপতিত, পশুর মত খাঁচায় বন্দী এবং তার চেয়ে জঘণ্য আচরণের স্বীকার হচ্ছে?A que ponto chegaram os egícios, mantidos em jaulas como animais, e tratados de modo ainda pior?
15ইশ্বর আমাদের ক্ষমা করুন।Que Allah tenha piedade de nós.”
16হামোদী বলেছেন:Hamoodi diz:
17সমস্ত আরব দেশের পুলিশ বাহিনী দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত“As forças policiais em todos os países árabes são corruptas corruptas corruptas”
18এবং মোহামেদ শ্লেষাত্মকভাবে বলেছেন:E Mohamed completa sarcasticamente:
19মিশর আসলেই সভ্যতার সূতিকাগার … মানবতাকে আরো অবমাননার জন্য নতুন নতুন উদ্ভাবনের অপেক্ষায় থাকুন“O Egito é realmente o berço das civilizações… esperem por mais invenções para humilhar ainda mais a humanidade”
20তবে হাইথাম প্রশান্তভাবে ব্যাখ্যা করেছেন:Haitham, contudo, explica calmamente:
21ছবিটি ফটোশপের কারসাজী“Esta foto foi photoshopada :P”