# | ben | por |
---|
1 | আফ্রিকার শীর্ষ রাজনৈতিক টুইটার ব্যবহারকারী? | Maiores políticos tuiteiros da África? |
2 | চলুন গার্ডিয়ানের তালিকা ত্রুটিমুক্ত করি | Vamos consertar a lista do The Guardian |
3 | ৩০ অক্টোবর ২০১২ দ্যা গার্ডিয়ান পত্রিকায় “আফ্রিকার শীর্ষ টুইটার ব্যবহারকারী: “ডিজিটাল বিতর্কে রাজনৈতিক অগ্রদূতেরা” শীর্ষক প্রতিবেদনটি প্রকাশিত হয় । | No dia 30 de outubro de 2012, o jornal britânico “The Guardian” publicou o artigo “Maiores tuiteiros da África: políticos pioneiros no debate digital” [en]. |
4 | দ্যা গার্ডিয়ানের ডেভিড স্মিথ কি এই নমুনা দিয়ে খুব সহজেই পার পেয়ে যাবেন? | Mas será que o repórter, David Smith, se safou de fazer um trabalho bem-feito? |
5 | গ্লোবাল ভয়েসেসের সাব সাহারান আফ্রিকার ব্লগারেরা অন্তত তাই মনে করেন। | Os blogueiros subsaarianos do Global Voices acreditam que sim. |
6 | এই তালিকা থেকে বেশ কিছু দেশকে বাদ দেওয়া হয়েছে এবং সেখানে একজনও ফ্রাঙ্কোফোন অথবা লুসোফোন রাজনীতিবিদের নাম নেই। | Muitos países foram omitidos e nenhum político francófono ou lusófono aparece na lista. |
7 | এছাড়া নারীরা কোথায়? | E onde estão as mulheres? |
8 | আফ্রিকার নারী রাজনীতিবিদরাও এগিয়ে যাচ্ছেন। | As mulheres políticas da África estão surgindo. |
9 | বর্তমানে মালাউই ও লাইবেরিয়ার প্রেসিডেন্ট মহিলা, যেখানে অতি সাম্প্রতিক সময়ে আফ্রিকার সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিশ না পেরুনো একজন উগান্ডান তরুণী। | Atualmente, Malawi e Libéria têm mulheres como presidente, enquanto uma jovem da Uganda recentemente se tornou o mais jovem membro de um parlamento na África [en]. |
10 | গুরুত্বপূর্ণ জনগণ এবং দেশগুলো কি সত্যিই দ্যা গার্ডিয়ানের তালিকায় চিহ্নিত হয়েছে? | Pessoas e países chave estão presentes de fato na lista do The Guardian? |
11 | তালিকাটিতে কোন রাজনীতিবিদদের* প্রকৃতই থাকা উচিৎ? | Quais políticos realmente deveriam estar na lista? |
12 | সেখানেও অনুসারী বনাম সম্পৃক্ততা বিষয়টিও বিবেচ্য । | Existe também a questão “seguidores x engajamento”. |
13 | যেহেতু তালিকাটি আসলেই “ডিজিটাল বিতর্কে রাজনৈতিক অগ্রদূতেরা” এর সম্পর্কে তাই আমাদের গোত্রের কিছু সদস্য লক্ষ্য করেছেন যে অনুসারীদের সংখ্যা এবং বিতর্ক /সম্পৃক্ততা মাঝে বড় ধরণের পার্থক্য থাকতে পারে। | Alguns membros da nossa comunidade apontaram que pode haver uma grande diferença entre o número de seguidores e o debate/engajamento, sendo que a lista é sobre “políticos pioneiros no debate digital”. |
14 | একজন সদস্য বলেছেনঃ | Um membro disse: |
15 | কেনিয়ার মার্থা কারুয়ার মতো রাজনীতিবিদরা আরও বেশী টুইটারে যুক্ত হচ্ছেন, যদিও তাদের অনুসারীর সংখ্যা অন্যান্য শীর্ষ রাজনীতিবিদদের চেয়ে অনেক কম। | Políticos como Martha Karua do Quênia estão mais engajados no Twitter, mesmo tendo menos seguidores que outros políticos importantes. |
16 | মার্চ ২০১১, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাজামি মুসানজে শহরের ইবিরুঙ্গা টেনিস কোর্টে শিশুদের সাথে সাক্ষাৎ করেন। একজন কেনিয়ান ব্লগারের পাঠানো টুইটার আমন্ত্রণে তিনি সেখানে যান। | O presidente ruandês, Paul Kagame, visitando crianças no Ibirunga Tennis Court, na cidade de Musanze, após aceitar o convite feito pelo Twitter por um blogueiro queniano, em março de 2011. |
17 | ছবিটি স্যাভিকেনিয়ার সৌজন্যে । | Foto cortesia de SavyKenya |
18 | আমরা আরো বেশী বুদ্ধি-শক্তি সম্পন্ন একটি ব্যাপক বিকল্প তালিকা করার সিদ্ধান্ত নিয়েছি। | Nós decidimos popularizar uma lista compreensiva alternativa e você pode contribuir aqui [en]. |
19 | আপনিও এতে অবদান রাখতে পারেনঃ যখন আপনি একজন রাজনীতিবিদকে এই তালিকায় যোগ করবেন, অনুগ্রহ করে নিচের তথ্যগুলো সরবরাহ করুনঃ | Quando você adicionar um político ao documento, por favor adicione as seguintes informações: |
20 | তালিকাতে নাম যোগ করে অথবা আফ্রিকার ডিজিটাল বিতর্কে রাজনৈতিক অগ্রদূত হিসেবে কাদের বিবেচনা করা উচিৎ তা নির্বাচনের সর্বোত্তম পদ্ধতির প্রস্তাব করে অনুগ্রহ করে আমাদের সাথে অংশ নিন। | Por favor, ajude-nos [en] adicionando à lista ou sugerindo o melhor mecanismo para selecionar quem deve ser considerado político pioneiro no debate digital na África. |
21 | *আমরা সক্রিয় রাজনীতিবিদদের (রাজনৈতিক টুইপকারি অথবা নেতাদের নয়) উপর মনোযোগ দিচ্ছি। | |