Sentence alignment for gv-ben-20081008-1281.xml (html) - gv-por-20081008-1381.xml (html)

#benpor
1আরবদেশ: এসে গেল একচোখা নেকাবOlhares Árabes: Aí Vem o Véu de Um Olho Só
2প্রচলিত নেকাব যা মহিলাদের মুখ ঢেকে রেখে তাদের দুই চোখ শুধু খোলা রাখতে দেয়, তার পরিবর্তে সৌদি আরবের একজন ইসলামী পন্ডিত মহিলাদের এক চোখ খোলা নেকাব পড়তে বলেছেন।Um estudioso islâmico está querendo transformar o tradicional véu islâmico, que cobre o rosto da mulher mas a deixa mostrar os olhos, por um véu que cobriria também um dos olhos e permitiria que a mulher mostrasse um olho apenas [En].
3আরব বিশ্বের ব্লগাররা এ খবরে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।Blogueiros do mundo árabe reagem. Leia a seguir.
4মিডইস্ট ইয়থ এ বাহারাইনি ব্লগার এস্রা লিখেছেন:Escrevendo no Mideast Youth [En], Esra'a do Bahrain afirma:
5সৌদি ধর্মীয় নেতা মুহাম্মাদ আল হাবাদান তার মনবৈকল্যজনিত লালসার হাত থেকে বাঁচার জন্য মহিলাদের জন্য খুবই সুবিধাজনক একটা সমাধান দিয়েছেন: একচোখা নেকাব।“Para tentar remediar suas perturbadas tentações, o clérigo saudita Muhammad al-Habadan propõe uma solução altamente conveniente para todas as mulheres: o véu de um olho só.”
6এই ব্লগার আরো বলেছেন: দারুন!E ela continua:
7আমি আমার বিছানার চাদরে এখনি একটা ফুটো করা শুরু করবো। কিন্তু আদতে এই ধরনের বিচলিত করার মতো ঘোষণা মহিলাদেরকে আরো বেশী শোষনের লক্ষ্যে পরিণত করে।Mas, falando sério, estas perturbadoras medidas apenas objetificam ainda mais as mulheres, convidando “religiosos” clérigos a constrangê-las e desrespeitá-las de formas que não são mais aceitáveis.
8এগুলো ধর্মীয় নেতাদেরকে আমন্ত্রণ জানায় মেয়েদেরকে বিরক্ত আর অসম্মান করতে যা এই যুগে কোনমতে গ্রহনযোগ্য না।
9এই ধরনের ঘোষণা দেয়া ধর্মীয় নেতাদের জন্য আমার একটা উপযুক্ত প্রস্তাব আছে, একটা হাতুড়ি দিয়ে নিজেদের চোখ উপড়িয়ে ফেলেন যদি মেয়েদের দ্বারা প্রলুব্ধ না হতে চান।Eu tenho uma proposta mais adequada para estes clérigos, em resposta a este chamado esdrúxulo; arranquem seus olhos com um martelo de bater pregos se vocês quiserem evitar que sejam seduzidos.
10আপনাদের ক্ষতিকর আর নোংরা মানসিকতার মূল্য মহিলারা আর দেবে না।[Assim] as mulheres não terão mais que pagar o preço por suas perturbadoras e enojantes mentalidades.”
11মরোক্কো থেকে, মারতাস রাগে ফুঁসছেন এই বলে যে এই ঘোষণা ‘ইসলামিকভাবে ভুল ফতোয়া'।Do Marrocos, Myrtus [En] está furiosa, descrevendo este decreto como uma ‘fatwa islamicamente incorreta'.
12তিনি আরো জিজ্ঞাসা করেছেন:Ela também pergunta:
13আমি ভাবছি শেখ মোহাম্মাদের নির্বোধের মত এই ফতোয়ার জন্য কতজন মহিলা তার অন্য চোখ উপড়িয়ে নিতে চায়।“Eu me pergunto quantas mulheres gostariam de arrancar o outro olho do Sheikh Mohamed por conta desta fatwa asinina.”
14ফিলিস্তিনি ব্লগার হাইথাম সাব্বাহ একচোখা নেকাবকে ‘অদ্ভুত' বলে বর্ণনা করেছেন।O blogueiro palestino Haitham Sabbah [En] descreve o véu de um olho só como ‘ridículo'.
15তিনি বলেছেন:Ele diz:
16এটা নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে।“Isso já está saindo do controle.
17অদ্ভুত…Ridículo…”
18তিনি আরো বলেছেন:E continua:
19কেন তারা পুরো মুখ ঢাকার বিধান করে ব্যাপারটা শেষ করে দেয়না? এটাকে কি বলা যায়?Ah… por falar nisso… alguém sabe qual olho deve ser coberto?
20ধর্ম আর ইসলাম? কোন মতেই না!Esquerdo ou direito?
21কিন্তু কেউ কি জানে কোন চোখ ঢেকে রাখতে হবে?
22ডান না বাম? (আমি ধারণা করছি বাম কারন ওরা আমাদেরকে সব কাজ ডান হাত দিয়ে করতে বলে… আহ… আমি এখন নিয়মটা বুঝতে পারছি।(Eu assumí que era o esquerdo porque eles sempre nos dizem para que façamos as coisas com a nossa ‘coisa' DIREITA…) Ah… agora estou entendendo a regra.
23”ঠিক কাজ ঠিক জিনিষ দিয়ে শুধুমাত্র করতে হবে।”‘Faça o que é Direito com a sua ‘coisa' DIREITA apenas'.
24এখান থেকেই মানব ‘অধিকার' আসে আর এখানে আমরা তার প্রয়োগ দেখছি।É daí que vieram os ‘Direitos' Humanos, e é aí que os vemos em ação.
25বেঁচে থাকুক ‘একচোখা নেকাব'।Vida longa ao ‘Véu de um olho só'.”
26একচোখওয়ালা নেকাব পরলে মহিলাদের কেমন লাগবে তার কিছু ছবি সাব্বাহ এখানে দিয়েছে।Sabbah também publica fotos de como as mulheres usando o véu de um olho só se pareceriam, aqui.