# | ben | por |
---|
1 | ভারতঃ ভিডিও ভলান্টিয়ারের কমিউনিটি সাংবাদিকতা | Índia: Jornalismo Comunitário com o <em>Video Volunteers</em> |
2 | ভারতের গ্রাম ও বস্তিগুলোতে উৎসাহী মিডিয়া প্রযোজকদের একটা অলাভজনক সংস্থার নাম ভিডিও ভলান্টিয়ার্স। সংস্থাটি তাদের সমাজের উপযোগী ভিডিও তৈরী করে এবং মাসব্যাপী কমিউনিটির অভ্যন্তরে সহস্রাধিক মানুষকে প্রদর্শন করে থাকে। | O Video Volunteers é uma organização sem fins lucrativos de produtores de mídia de vilarejos e favelas da Índia que geram conteúdos relevantes para eles e exibem nas comunidades, atingindo milhares de pessoas por mês com notícias e fatos que afetam suas vidas e chamam para a ação. |
3 | এগুলো মানুষকে প্রভাবিত করে এবং কাজের জন্য উদ্বুদ্ধ করে। | |
4 | চ্যানেল ১৯ হচ্ছে অনলাইন ভিডিও এর এমন একটা চ্যানেল যেখানে কমিউনিটির জন্য নিজেদের তৈরী ভিডিওগুলি সংরক্ষণ করা হয় বাদবাকী মানুষকে দেখাবার সুযোগ দিতে। | O Channel 19 é o canal de vídeo online onde essa mídia, criada pelas comunidades e para as comunidades, é exibida para o restante da população. |
5 | ভিডিও ভলান্টিয়ার্সের সর্বশেষ ভিডিওটি ধারাভীর ধর্মঘট তুলে ধরেছে। | |
6 | ভারতের মুম্বাইতে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ বস্তির নাম ধারাভী। এই ধর্মঘট আহুত হয়েছে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে। | O último vídeo do Video Volunteers, fala sobre a greve em Dharavi,a maior favela do mundo, em Bombaim, na Índia. |
7 | এই বস্তির প্রতিটা পরিবারকে নির্মাণের জন্য ৪০০ স্কয়ার ফিট বরাদ্দ দেয়া হবে সরকারী এমন প্রতিশ্রুতি পাল্টে সরকারী নীতিনির্ধারণী বিগত সভায় পরিবার প্রতি ৩০০ স্কয়ার ফিট বরাদ্দ প্রদান বিষয়ে আলোচনা হয়েছে। | A greve ocorreu porque o governo havia prometido um lote de terra de 37 metros quadrados por família mas voltou atrás, e na última reunião, foi discutido que seriam apenas 28 metros quadrados por família. |
8 | ভিডিও ভলান্টিয়ার্সদের নির্মিত নিচের ভিডিওটিতে ধারাভীর কালো দিবসের পূর্ণ গল্প ও চিত্র রয়েছে: | O vídeo a seguir, Black Day in Dharavi (Dia Negro em Dharavi), mostra toda a história, filmada e produzida pelo Video Volunteers: |
9 | চ্যানেল ১৯ এ ভিডিও ভলান্টিয়ার্সদের নির্মিত অন্যান্য ভিডিওগুলো অন্তর্দৃষ্টিসম্পন্ন ও অনুপ্রেরণাদায়ক: নারীরাও খেলতে পারে!, কমিউনিটি সাংবাদিকরা বস্তিবাসীদের জিজ্ঞাসা করছে শিশুরা খেলার জন্য কি করে। | Outros vídeos do Video Volunteers no Channel 19 são reveladores e inspiradores: em Women Can Play Too! (Mulheres podem brincar também!), os jornalistas da comunidade saem pela favela perguntando sobre o que as crianças fazem para brincar. |
10 | দেখা গেছে যে ছেলেরা খেলাধুলা করে অন্যদিকে মেয়েদের গৃহস্থালীর কাজ করতে হয়। | Eles constatam que os meninos brincam, enquanto as meninas têm tarefas domésticas a fazer. |
11 | এজন্য মেয়েদের খেলতে অনুপ্রাণিত প্রদানের জন্য তারা একজন নারী ক্রিকেটারকে জিজ্ঞেস করেছিল খেলাধুলার গুরুত্ব সম্পর্কে। | Então eles perguntam a uma jogadora de críquete sobre a importância de brincar, como uma inspiração para que outras meninas brinquem também. |
12 | পড়াশুনা শুরু করতে কখনও দেরী বলে কথা নেই; ন্যাকড়া ও টুকরো কাপড় কুড়ানো একজন নারী তার ভবিষ্যৎ পরিবর্তন করতে এবং একজন শিক্ষিকা হবার জন্য পড়াশুনা করে সার্টিফিকেট অর্জনের সিদ্ধান্ত নিয়েছে। | Em Never too late to teach (Nunca é tarde demais para ensinar), uma catadora de lixo decide mudar seu futuro e resolve estudar para ser professora e obter um diploma. |