# | ben | por |
---|
1 | ভিডিওঃ চলচ্চিত্র আন্দোলন নিয়ে উইটনেস সিরিজ | Vídeo: WITNESS Ensina como Filmar Protestos |
2 | কিভাবে চলচ্চিত্র আন্দোলন হয় তার ভিত্তিতে উইটনেস কিছু ভিডিও প্রকাশ করেছে যা পক্ষ-সমর্থনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এবং ফুটেজে দৃশ্যমান মানুষদের রক্ষার বিষয়টি নিশ্চিত করতে সাহায্য করেছে। | [Todos os links levam para páginas em inglês a não ser quando marcados diferentemente] O website WITNESS publicou uma série de vídeos sobre como filmar protestos, ensinando em linhas gerais os procedimentos para garantir uma documentação em vídeo com validade legal e que seja capaz de proteger a privacidade das pessoas filmadas. |
3 | উইটনেস লোগো | Logo do Witness |
4 | ভিডিও কর্মীদের সমর্থন ও অন্তর্দৃষ্টি দ্বারা নির্মিত পাঁচ খন্ডের ভিডিও সিরিজটি অধিকার আদায়ের আন্দোলন, সিরিয়ান বিপ্লব এবং অন্য খবরের মধ্যে ক্যামেরার সামনে নিজেকে যে কোন সময়ে আবিষ্কার করতে পারেন এমন যে কাউকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। | |
5 | ভিডিও পাঁচটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা, সঠিক উপকরণ নির্বাচন, দলীয়ভাবে চলচ্চিত্র আন্দোলন, মানসম্মত ছবি ও শব্দ গ্রহণ এবং সাক্ষাৎকার পরিচালনার মত বিষয় নিয়ে নির্মিত। | Esta série, em conjunto com nossas dicas para vídeos militantes, incorporam as melhores práticas que nós pudemos desenvolver com cerca de 300 parceiros em 80 países diferentes no decorrer dos últimos 20 anos. |
6 | পরিবর্তনের জন্য ভিডিওসহ আমাদের এই সিরিজটি গত আমাদের সাথে ২০ বছর ধরে ৮০টি দেশে যুক্ত ৩০০র বেশি অংশীদারদের সাথে যথাসাধ্য সহযোগিতা করেছে। | |
7 | তারা জীবনের সত্যিকারের চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করে যা আমরা গত বছর বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার উপকেন্দ্রে কর্মীদের প্রশিক্ষণ ও তাদের সাথে কাজ করেছি। | Eles também servem para solucionar os desafios da vida real como aqueles que enfrentamos no ano passado treinando e trabalhando com ativistas excepcionais - particularmente aqueles no epicentro do #video4change - oriente médio e norte da África. |
8 | #video4change এই প্রথম ভিডিওটিতেনিরাপদে এবং সক্রিয়ভাবে কিভাবে নিজের লক্ষ্য ও দর্শকদের আগ্রহ, নিজের ও জনগণ উভয়েরই নিরাপত্তা এবং ছবির বিস্তারিত ও তারিখ, সময় ও স্থান নির্দিষ্ট করে চলচ্চিত্র নির্মাণ করতে হয় তা দেখানো হয়েছে। | O primeiro vídeo indica como filmar com segurança e efetividade ao conhecer seu objetivo e seu público alvo, desenvolvendo um plano de proteção e segurança tanto para si mesmo como para as pessoas filmadas, preocupando-se com detalhes de filmagem e sempre gravando a data, local e horário em que ocorreram os eventos registrados. |
9 | সিরিজের তৃতীয় ভিডিওটি একটি দলের অংশ হিসেবে চলচ্চিত্র নির্মাণের সুবিধার উপর নির্মিত। | O terceiro vídeo da série aborda as vantagens de se filmar em equipe. |
10 | আপনার বিশ্বস্ত লোকদের নিয়ে, বিভিন্ন লোক চলচ্চিত্রে আলাদাভাবে বিভিন্ন চরিত্র চিত্রণ করতে পারে এবং সমস্যা বা কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় একটি দল সমাধান করতে পারে যদি উচ্চপর্যায়ের নিরাপত্তা পরিকল্পনা করা হয়। | Ao se unir com outras pessoas de confiança, cada um pode se preocupar separadamente com diferentes funções e, além disso, uma equipe poderá lhe fornecer suporte no caso de ocorrer imprevistos que surjam comprometendo o seu planejamento prévio de forma inesperada. |
11 | শেষ ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে সাক্ষাৎকার গ্রহণ করতে হয়, তা শুরু হয় প্রশ্ন করার জন্য ঐ ব্যক্তিটি ও বিষয়ের উপর গবেষণা করে, মতৈক্যে আসুন যাতে সাক্ষাৎকার প্রদানকারীরা একটি ভিডিওতে দৃশ্যমান হওয়ার ঝুঁকি ও বিপদ সম্পর্কে অবগত থাকেন এবং কিভাবে পরিচয় গোপন করতে হয় যাতে তারা সিদ্ধান্ত নিতে পারেন যে তারা কিভাবে দৃশ্যমান হতে চান নাকি হতেই চান না। | O último vídeo da série aborda as técnicas de entrevista, iniciando com uma pesquisa prévia sobre a pessoa ou assunto a ser abordado como forma de planejar previamente as suas perguntas, o necessidade de explicar com clareza o destino da entrevista como forma de conscientizar os entrevistados dos riscos e perigos decorrentes de sua aparição em um vídeo e como ocultar suas identidades, de modo que os entrevistados possam decidir como eles gostariam aparecer no vídeo, caso ainda estejam de acordo com isso. |