Sentence alignment for gv-ben-20111226-21863.xml (html) - gv-por-20111225-25603.xml (html)

#benpor
1সিরিয়াঃ ব্লগার রাজান ঘাজ্জাউয়ি মুক্ত!Síria: Blogueira Razan Ghazzawi está LIVRE!
2এই প্রবন্ধটি সিরীয় বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Este post faz parte de nossa cobertura especial Protestos Síria 2011.
3তাজা সংবাদঃ রাজান ঘাজ্জাউয়ি মুক্তি লাভ করেছে!ÚLTIMA NOTÍCIA: ATUALIZAÇÃO: RAZAN ESTÁ LIVRE!
4সিরিয়ার কারাগারে ১৫ দিন কাটানোর পর সিরিয়ার ব্লগার রাজান ঘাজ্জাউয়ি অবশেষে মুক্তি লাভ করেছে।A blogueira síria Razan Ghazzawi foi colocada em liberdade depois de passar 15 dias numa prisão da Síria.
5তার বোন এই মাত্র টুইটারে তার মুক্তির কথা (১৮ ডিসেম্বর) করেছে।Sua irmã anunciou a saída de Razan da prisão pelo Twitter no dia 18 de dezembro de 2011.
6@নাদিনঘাজ্জাউয়ি:এখন বৃষ্টি হচ্ছে, রাজান……হুররে :)))))))) <৩, আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে, আমার বোন এখন মুক্ত! আশা করি গ্রেফতারকৃত অন্য সকল ভ্রাতা এবং ভগ্নিদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। *****@NadineGhazzawi: tá chovendo Razans… aleluia :)))))))) <3 É oficial, mana está solta! vamos esperar que o mesmo aconteça com todas as irmãs e irmãos presos. *****
7তাজা সংবাদ: রাজানের বোন নাদিন ঘাজ্জাউয়ি এই মাত্র টুইট করেছে :Nadine Ghazzawi, a irmã de Razan, acaba de tuitar:
8@নাদিনঘাজ্জাউয়ি:#ফ্রিরাজান # সিরিয়া, আমার বোনকে ঘরে ফিরিয়ে আনার জন্য পরিবারের সবাই রওনা দিয়েছে :))))@NadineGhazzawi: #FreeRazan #Syria A família está a caminho para trazer minha irmã para casa :))))
9এই গুঞ্জন অনলাইনে জোরালো হতে থাকে যে, সিরিয়ান ব্লগার রাজান ঘাজ্জাউয়ি যাকে ৪ ডিসেম্বর ২০১১ তারিখে, আম্মানে অনুষ্ঠিত আরব বিশ্বের সংবাদপত্রের স্বাধীনতা নামক সম্মেলনে যোগ দিতে যাবার সময় সিরিয়া-জর্ডান সীমান্তে গ্রেফতার করা হয়, তাকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে।Crescem os rumores on-line de que a blogueira síria Razan Ghazzawi, que havia sido detida e presa no dia 4 de dezembro de 2011, na fronteira entre a Síria e o Jordão, no meio de uma viagem para Amman onde participaria de uma oficina sobre liberdade de imprensa no mundo árabe, será posta em liberdade.
10গ্রেফতার করার আটদিন পড়ে ঘাজ্জাউয়ির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ গঠন করা হয়- ব্লগার সম্প্রদায় যে সব অভিযোগ প্রত্যাখ্যান করে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগকে হাস্যকর বলে অভিহিত করে।Oito dias após sua prisão, Ghazzawi foi indiciada [en] com uma lista de crimes - rejeitadas pela comunidade de blogueiros e descrita como uma farsa.
11তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে ছিল “এমন এক সংগঠন স্থাপন করা যা দেশের সামজিক এবং অর্থনৈতিক পরিচয়কে পাল্টে দিতে চেষ্টা করছে” এবং “ জাতীয় আবেগকে দুর্বল করা” ও সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়া। লেবাননের দৈনিক দি ডেইলি স্টার একটা সময়ে এই সংবাদ প্রদান করে।Entre as acusações constava a de “fundar uma organização que tem como objetivo modificar o Estado, enquanto entidade social e econômica” e “enfraquecer o sentimento nacional, e tentar inflamar a luta sectária,” relatou [en] o Lebanese Daily Star [jornal libanês] à época.
12ফেসবুকে, রাজানকে মুক্ত কর নামক পাতায় তার সমর্থকরা এই ঘোষণা প্রদান করেছে যে, শীঘ্রই ঘাজ্জাউয়িকে ছেড়ে দেওয়া হবে। তারা সিরিয়ার আইনজীবী এবং মানবাধিকার কর্মী রাজান জাইতুনের উদ্ধৃতি দিয়ে এই সংবাদ প্রদান করে।Em sua página no Facebook “Free Razan”, adeptos anunciaram [ar] que Ghazzawi seria posta em liberdade, citando o advogado e ativista sírio pelos direitos humanos Razan Zaitouneh.
13তবে এই পোস্টে এই বিষয়টি উল্লেখ করা হয়নি যে কখন তাকে ছেড়ে দেবার আশা করা হচ্ছে।O post não diz quando se espera que Ghazzawi seja libertada.
14রাজানকে মুক্ত কর নামক পোস্টার, যা তার সমর্থকরা তাদের ফেসবুক এবং টুইটারে অবতারে পরিণত করেছে, এই পোস্টারে রাজান ঘাজ্জাউয়ির মুক্তি দাবী করা হয়েছে।The Free Razan poster many supporters replaced their Facebook and Twitter avatars with, calling for the release of Razan Ghazzawi
15রাজানের বোন নাদিন ঘাজ্জাউয়ি উপরের ফেসবুক পোস্টারের সংবাদে সাড়া প্রদান করেছে:Nadine Ghazzawi, irmã de Razan, responde à notícia no post do Facebook acima ao dizer:
16আমি সকল তাজা সংবাদ পোস্ট করতে থাকবে, আপনাদের চিন্তিত হবার কোন কারণ নেই।Manterei vocês todos informados, não se preocupem, não guardarei segredo:)
17সব সংবাদ আমি কেবল আমার মধ্যে রাখব না।E ela esclarece no Twitter:
18এবং তিনি টুইটারে বিষয়টি পরিষ্কার করেছেনঃ @নাদিনঘাজ্জাউয়ি: #ফ্রিরাজান#সিরিয়া, রাজানকে এখনো ছেড়ে দেওয়া হয়নি।#Liberte Razan #Síria Razan não foi libertada ainda, ainda estamos esperando que seja oficial, por isto não divulgamos ainda.
19আমরা এখনো কর্মকর্তাদের ঘোষণার জন্য অপেক্ষা করছি, এ কারণে আমি কোন কিছু পোস্ট করিনি।On-line, cidadãos da Internet e apoiadores permanecem esperançosos, ainda que céticos.
20অনলাইনে, নেট নাগরিক এবং তার সমর্থকরা একই সাথে আশাবাদী, আবার শঙ্কিত।
21মোহজা খাফ টুইট করেছে:Mohja Khaf tuíta:
22@প্রফখাফ:রাজানজেড, সংবাদ প্রদান করেছে যে রাজান ঘাজ্জাউয়ীকে জামিনে মুক্তি দেবার বিষয়টির অনুমোদন প্রদান করা হয়েছে।@ProfKhaf: RazanZ relata que a #LiberteRazan libertação de Ghazzawi sob fiança foi aprovada.
23যে অনুমোদন এখনো অর্জিত হয়নি #ফ্রিরাজানAprovada, não realizada ainda.
24মিশরীয় ব্লগার ওয়াএল আব্বাস বলছে [আরবী ভাষায়]:O blogueiro eg[ipcio Wael Abbas diz [ar]:
25@:ওয়াএলআব্বাস দামেস্কে-এ জামিনে সিরীয় ব্লগার রাজান ঘাজ্জাউয়িকে ছেড়ে দেওয়ার সংবাদ সব জায়গায় ছড়িয়ে পড়েছে।@waelabbas: Notícias circulam sobre a libertação sob fiança da blogueira síria Razan Ghazzawi em Damasco.
26এদিকে সিরীয় ব্লগার আলা কাহাংগার টুইট করেছে [আরবী ভাষায়]:Enquanto isto, o sírio Alaa Khangar tuíta [ar]:
27@আলকেএইচ৮১: হেইয়াম জামিল থেকে প্রাপ্ত সংবাদ অনুসারে বিচারক সাংবাদিক এবং ব্লগার রাজান ঘাজ্জাউয়িকে ছেড়ে দিতে রাজী হয়েছে।@alkh81: O juiz concorda em libertar a jornalista e blogueira Razan Ghazzawi, de acordo com Heyam Jameel
28দিমা খাতিব, আমাদের সকল সংশয়ের সারাংশ তৈরি করেছে:Dima Khatib resume toda nossa confusão:
29@দিমা_খাতিব:আমি @রেডরাজানের মুক্তি পাবার সংবাদ পড়ে যাচ্ছি, কিন্তু কোন সঠিক সূত্র থেকে এই বিষয়ে কোন সংবাদ পাইনি।@Dima_Khatib: Leio a toda hora sobre a libertação de @RedRazan, mas não conto com fontes de verdade.
30এই মাত্র টুইট করলাম।Somente tweets.
31এই বিষয়ে কি কোন সঠিক সংবাদ সূত্র রয়েছে?Há alguma fonte aí?
32ফ্রিরাজান#LiberteRazan
33ব্লগ করা ছাড়াও ঘাজ্জাউয়ি এক উৎসাহী টুইটার ব্যবহারকারী, যিনি একই সাথে গ্লোবাল ভয়েসেস অনলাইন এবং গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসি উভয় পাতায় লিখে থাকে।Além de blogar, Ghazzawi é uma usuária frenética do Twitter, que tem contribuído tanto com o Global Voices Online [en] quanto com o Global Voices Advocacy [en].
34তিনি হচ্ছেন সিরিয়ার সেই সমস্ত গুটি কয়েক ব্লগারদের মধ্যে অন্যতম, যারা স্বনামে লিখে থাকে, ব্লগার এবং সে সমস্ত একটিভিস্ট সিরিয়ার শাসকদের হাতে বন্দি তাদের মুক্তির জন্য, এবং একই সাথে পুরুষ সমকামী এবং সংখ্যালঘুদের অধিকার জন্য সে লিখে থাকে।Também é uma das poucas blogueiras na Síria que escreve sob seu próprio nome, defendendo os direitos dos blogueiros e ativistas presos pelo regime sírio, assim como os direitos dos gays e minorias.
35এই বিষয়ে আরো প্রতিক্রিয়া এবং তাজা সংবাদের জন্য রাজানকে মুক্ত কর নামক ফেসবুকের পাতা এবং টুইটারে #ফ্রিরাজান হ্যাশট্যাগকে অনুসরণ করুন।Para mais reações e atualizações, verifique a página de Razan no Facebool check the Liberte Razan, na página do Facebook [ar] ou o hashtag #FreeRazan no Twitter.
36এই প্রবন্ধটি সিরীয় বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Este post faz parte de nossa cobertura especial Protestos Síria 2011.