Sentence alignment for gv-ben-20081017-1313.xml (html) - gv-por-20081020-1403.xml (html)

#benpor
1ম্যাসেডোনিয়াঃ সফটওয়ার স্বাধীনতা দিবসMacedônia: Dia da Liberdade do Software
2বৈশ্বিক সফটওয়ার স্বাধীনতা দিবসের অংশ হিসাবে মুক্ত সফটওয়ার ম্যাসেডোনিয়া তৃতীয়বারের মত স্কপিয়ের কেন্দ্রে একটা অনুষ্ঠান আয়োজন করেছিল।Como parte das atividades do Dia Global da Liberdade do Software [En], a Free Software Macedonia [“Software Livre Macedônia”, Mk] organizou pela terceira vez um evento no centro de Skopje.
3তারা ৪ঠা অক্টোবর আয়োজিত অনুষ্ঠানকে লক্ষ্য করে প্রস্তুতকৃত উবুন্টু লিন্যাক্সের লিফলেট ও ডিস্ক বিতরণ করেছে। যার মধ্যে অন্যান্য অপরেটিং সিস্টেমে ব্যবহারোপযোগী মুক্ত সফটওয়ার প্রোগ্রাম ও সুইডিস পাইরেসি সংস্কৃতির উপরে নির্মিত একটা চলচ্চিত্র “স্টিল দিস ফিল্ম” ও ছিল।No dia 4 de outubro eles distribuíram panfletos e discos contendo o Ubuntu Linux, que foram preparados especialmente para esta ocasião e incluíam outras aplicações de software livre para outros sistemas operacionais, assim como um filme sobre a cultura sueca de pirataria, chamado “Steal This Film.”
4সফটওয়ার মুক্ত দিবসের প্রচারপত্র[“Roube Este Filme”, em inglês].
5স্কয়ারে অনুষ্ঠান শুরু হলে দিবসটির তাৎপর্যে অনুপ্রাণিত হয়ে একদল শিল্পী একে উৎসর্গ করে যৌথভাবে একটি ছবি আঁকে। ফ্রি সফটওয়ার ম্যাসেডোনিয়া ব্লগের একজন সদস্য লেখেন (ম্যাসেডোনিয়ানে):O evento começou em uma praça, e incluiu um grupo de artistas que colaborou em uma pintura dedicada e inspirada por este dia. No blog do Free Software Macedonia, os membros escreveram [Mk]:
6ক্যানভাসটি স্কয়ারের মানুষদের মনোযোগ আকর্ষণ করে যদিও সে সময়ে আরো অনেক অনুষ্ঠান চলছিলো।“A tela atraiu a atenção das pessoas na praça, embora houvesse outros eventos acontecendo no mesmo momento.
7তাৎক্ষণিকভাবে শিল্পীরা আঁকতে শুরু করে এবং ক্যানাভাসে অনতিবিলম্বে ভেসে ওঠে “ফ্রি সফটওয়ার” লেখা।Os artistas começaram a trabalhar imediatamente, e em pouco tempo havia um ‘software livre' na tela.”
8সফটওয়ার স্বাধীনতা দিবসের জন্য অঙ্কিত ক্যানভাসEles ficaram satisfeitos com a resposta das pessoas e com o evento [Mk]:
9মানুষের সাড়া এবং অনুষ্ঠান দেখে তারা পরিতৃপ্ত ছিল (ম্যাসেডোনিয়ান ভাষায়):
10আমরা অনেক মানুষকে তথ্য সরবরাহ করেছি এবং অনেকেই থেমে দাড়িয়েছে এবং প্রশ্ন করেছে।“Nós demos informações a várias pessoas, e algumas delas até pararam e fizeram perguntas.
11কিছু মানুষের প্রশ্ন ছিল সুনির্দিষ্ট তবে অনুষ্ঠান ও কার্যক্রম বিষয়ে বেশীরভাগের সরল আগ্রহ দেখা গেছে।Havia aqueles que vinham com perguntas concretas, mas a maioria das pessoas tinha um interesse geral no evento e nas atividades.
12প্রত্যাশার চেয়েও অনুষ্ঠানটি ভাল হয়েছে।No geral, o evento foi melhor do que esperávamos.
13যারা ফ্রি সফটওয়ার সংস্কৃতিতে আকৃষ্ট হয়েছে সম্ভবত তারা আবার আসবে “জ্ঞান বিনিময়” অথবা “চলচ্চিত্র বিনিময়” কার্যক্রমে অংশ নিতে। তখন আমরা তাদের সাথে আরো গাঢ় যোগাযোগ স্থাপন করতে সমর্থ হবো।Provavelmente algumas das pessoas, que ficaram realmente interessadas na cultura do software livre, virão algumas vezes ao ‘Partilhando Conhecimento' ou ‘Partilhando Filmes', onde podemos fazer um contato mais aprofundado.”
14ফ্রি সফটওয়ার ম্যাসেডোনিয়া প্রতি সপ্তাহে অনুষ্ঠান আয়োজন করে থাকে, যেমন: “জ্ঞান বিনিময়”, যেখানে তারা তাদের জ্ঞান, অভিজ্ঞতা বিনিময় কর থাকে।
15ফ্রি সফটওয়ারে আগ্রহী মানুষদের সাথে আলোচনা করে। মজার উপস্থাপনা, উন্মুক্ত বিষয়ের চলচ্চিত্র এবং ইউটিউবের প্লেলিস্ট সম্বলিত চলচ্চিত্র বিনিময় করে।O Free Software Macedonia organiza todas as semanas eventos como o “Partilhando Conhecimento”, onde eles partilham aquilo que sabem, fazem experimentos e discutem com as pessoas interessadas sobre software livre.
16এইসমস্ত আয়োজনে যেকোন মানুষ অংশ নিতে চাইলে তাকে স্বাগত জানানো হয় এবং তারা কোন খরচ ছাড়াই অংশ নিতে পারে।Outro evento realizado por eles é o “Partilhando Filmes”, onde eles estão exibindo apresentações interessantes, filmes de conteúdo aberto e playlists do YouTube.
17আলোকচিত্রের জন্যে কৃতজ্ঞতা: ফ্রি সফটওয়ার ম্যাসেডোনিয়া, যা ক্রিয়েটিভ কমোনস লাইসেন্সের আওতায় ব্যবহৃত।Todos são benvindos a estes eventos, e a entrada é sempre gratuita. Crédito das fotos: Free Software Macedonia [Mk], usadas sob licença Creative Commons.