# | ben | por |
---|
1 | গ্যাবন ও ব্রাজিল: বংগোর ফুটবল বিলাস | Gabão: Bongo Agrada a Si Mesmo Com Jogo de Futebol Contra o Brasil |
2 | এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ পাতা গ্যাবনে গন্ডগোল ২০১১ এর অংশ। | Este post faz parte de nossa cobertura especial Tensões no Gabão 2011. [en] |
3 | ১ মিলিয়ন ব্রাজিলীয় রিয়াল ($৫৭০,০০০ ডলার): ব্রাজিলীয় সংবাদ সংস্থা ফোলহা অনুযায়ী এই ছিল একটি ফুটবল ম্যাচের জন্য সেলিসং (ব্রাজিলীয় জাতীয় ফুটবল দলের ডাকনাম) কে দেয়া গ্যাবনের প্রেসিডেন্ট আলি বংগোর উপহার। | R$1. 000.000,00 ($570,000 USD): esse foi o preço pago pelo presidente do Gabão, Ali Bongo, para se presentear com uma partida de futebol contra a Seleção Brasileira, de acordo com o jornal brasileiro Folha de S. |
4 | অবশ্য অত্যধিক খরচ বংগো পরিবারের জন্য নতুন কিছু নয়। | Paulo. Gastos excessivos não são algo recente para a família Bongo. |
5 | বিদ্রুপাত্মক ফরাসি সংবাদপত্র ‘ল কানার্ড এশ্যাঁইনে' ৮ই নভেম্বর প্রকাশ করে যে সাবেক প্রেসিডেন্ট ওমার বংগো ২০০৭ সালে চটকদার স্যুট কিনতে প্যারিস গিয়ে ৩৪৪,০০০ ইউরো খরচ করেন। | O jornal satírico francês ‘Le Canard Enchaîné' revelou [fr] em 8 de novembro de 2011 que Omar Bongo, ex-presidente do Gabão, efetuou uma compra desregrada de paletós no valor de 344 mil euros em Paris, em 2007. |
6 | তার পুত্র, বর্তমান প্রেসিডেন্ট আলি বংগো, ২০১০ সালে একই ধরনের বিলাস পণ্য ক্রয় করতে ৮৮,০০০ ইউরো ব্যয় করেন। | Seu filho, Ali Bongo, o atual presidente, também gastou 88 mil euros em 2010 pelo mesmo tipo de compra. |
7 | এই ব্যয় বাহুল্যতা গ্যাবনিজ জনগণের দৈনন্দিন জীবনের রূঢ় বাস্তবতার সাথে চরম অসামঞ্জস্যপূর্ণ। | Esses gastos estão em impressionante contraste com a difícil realidade do dia-a-dia da população gabonesa. |
8 | বিশ্ব অর্থনৈতিক ফোরামে গ্যাবনের প্রেসিডেন্ট আলি বংগো (ছবি: ফ্লিকার) | Ali Bongo, presidente do Gabão. Foto pelo World Economic Forum no Flickr (CC BY 2.0) |
9 | জনসংখ্যার একটি বৃহৎ অংশ যেখানে দরিদ্র | Grande parcela da população permanece pobre |
10 | সিআইএ ফ্যাক্টবুক অনুযায়ী, গ্যাবনের মাথাপিছু আয় বেশিরভাগ সাব-সাহারান আফ্রিকান দেশের প্রায় চারগুণ, কিন্তু এর উচ্চ আয়-বৈষম্য জনসংখ্যার একটি বৃহৎ অংশকে দরিদ্র করে রেখেছে। | De acordo com o CIA Factbook [en], o “Gabão apresenta renda per capita quatro vezes maior que boa parte das nações africanas subsaarianas, mas, devido à grande desigualdade de renda, grande parcela da população permanece pobre.” |
11 | আর এই দরিদ্র জনগোষ্ঠিকে লিব্রেভিল থাকাকালে স্বচক্ষে দেখেছে ব্রাজিলীয় জাতীয় ফুটবল দল, যারা ৭ই নভেম্বর এখানে এসে পৌছেছে। | E é essa grande parcela de população de cidadãos empobrecidos que o time brasileiro de futebol testemunhou durante sua estadia, que teve início em 7 de novembro, logo após sua chegada à capital Libreville. |
12 | অনলাইন মাধ্যম ‘লে পোস্ট'-এ গ্যাবনিজ অ্যাক্টিভিস্ট ও ব্লগার জঁ-পিয়ের রুগু এ ভ্রমণকে বর্ণনা করেছেন এভাবে: | Na plataforma online Le Post, ao ativista e blogueiro gabonês Jean-Pierre Rougou descreve a visita desta forma [fr]: |
13 | ১০ই নভেম্বর সেলিসং যখন চীনের উপহার দেয়া অসম্পূর্ণ এবং ক্ষতিগ্রস্ত স্টেডিয়াম অফ ফ্রেন্ডশিপ-এ প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য গ্যাবনের মাটিতে পা রাখে, তখন ব্রাজিলীয় খেলোয়াড়রা তাদের বাসের জানালা দিয়ে দেখতে পাচ্ছিলো আলী বংগো সরকার দ্বারা বিধ্বস্ত এক গ্যাবনকে। | Assim que a equipe brasileira chegou ao Gabão para a partida amistosa de 10 de novembro no terreno inacabado e em mal estado do Estádio da Amizade (presente chinês para o Gabão), os jogadores puderam ver pelas janelas do ônibus o espetáculo devastador de destruição em que se encontram os bairros [da cidade] neste governo de Ali Bongo. |
14 | একটি চীনা প্রতিষ্ঠান লাভজনক খনিজসম্পদ খনন চুক্তির বিনিময়ে স্টেডিয়ামটি তৈরি করেছিল। | O estádio foi construído por uma empresa chinesa em troca de um lucrativo contrato de exploração de minérios. |
15 | রুগু তার বক্তব্যকে জোরালো করতে একটি ইউটিউব ভিডিও তুলে ধরেন, যা প্রকাশ করেছেন ভেইওআরজে নামের এক ব্যবহারকারী ৮ই নভেম্বর তারিখে। | Para ilustrar seu comentário, Rougou compartilhou um vídeo do YouTube publicado pelo usuário VeioRJ, em 8 de novembro. |
16 | সেলিসং যখন লিব্রেভিলের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখন বাসের ভেতর থেকেই ভিডিও চিত্রটি ধারণ করা হয়েছে: | Foi gravado de dentro do ônibus da seleção brasileira enquanto se deslocavam pelas ruas de Libreville: |
17 | ভিডিওচিত্রটি গ্যাবনিজ ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। | O vídeo provocou fortes reações entre muitos cidadãos gaboneses pela internet. |
18 | ‘ইনফোস কিংগুয়েলে‘ নামের এক ফেইসবুক গ্রুপে অনেকেই এ ভিডিওচিত্র ও ব্রাজিলীয় জাতীয় ফুটবল দলের ভ্রমণ নিয়ে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন: | No grupo do Facebook chamado ‘Infos Kinguélé‘, muitos compartilharam seus pontos de vista sobre o vídeo e sobre a visita do time brasileiro: |
19 | সিটোয়েন লিব্রে গ্যাবন লিখেছেন: | O usuário Citoyen libre Gabon escreveu [fr]: |
20 | তেল, ম্যাঙ্গানিজ, কাঠ ও অন্যান্য সম্পদে ভরপুর একটি দেশ মাত্র ১৫ লক্ষ অধিবাসী নিয়ে ধনী হয়ে যাবার কথা, কিন্তু তাদের হাল দেখে অন্যান্যরা যেভাবে প্রতিক্রিয়া দেখাতো ব্রাজিলীয়রা সেভাবেই অবাক হয়েছে! | Os brasileiros reagiram como qualquer ser humano normal faria ao chegar a um país que se supõe rico em petróleo, manganês, madeira, etc., com apenas 1,5 milhão de habitantes! |
21 | নিংমাল্টিমিডিয়া নিংওয়ার্ল্ড যোগ করেন: | Ningmultimedia Ningworld complementou [fr]: |
22 | ওসব ব্রাজিলীয়দের পয়সা দিয়ে গ্যাবনে আনা হয়েছিল, কিন্তু তারপরও তারা আমাদের দুর্দশা দেখে তামাশা করবে। | Esses brasileiros vêm pegar dinheiro no Gabão e, no final, ainda zombam de nossas vidas miseráveis. |
23 | ব্রাজিল বনাম গ্যাবন: ব্যর্থ প্রয়াশ? | Brasil vs Gabão: Um completo fiasco? |
24 | ব্রাজিলীয় ক্রীড়া খবর সাইট ‘গ্লোবো এস্পোর্তো' চীনা ঠিকাদার দ্বারা নির্মিত স্টেডিয়ামের বেহাল দশা তুলে ধরেছে এভাবে : | O site do programa esportivo da TV brasileira ‘Globo Esporte' relatou que o estádio construído por empresários chineses onde o jogo estava previsto estava em más condições: |
25 | দূর থেকে স্টেডিয়ামটিকে রিও ডি জেনিরোর এনজেনহাংয়ের মত দেখায়। | De longe, lembra o Engenhão, no Rio de Janeiro. |
26 | কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই আসল ব্যাপারটা চোখ এড়ায় না (…) ছিদ্র এবং এবড়ো থেবড়ো মাঠ খুব সহজেই চোখে পড়ে। | Porém, de perto, a história muda de figura. |
27 | তাছাড়া, দৌড়ানোর যে ট্র্যাকটি মাঠকে ঘিরে রেখেছে সেটাও অসম্পূর্ণ। | (…) Além disso, a pista de atletismo, no entorno do gramado, ainda está sendo finalizada. |
28 | ব্রাজিলীয় দলের প্রতিরক্ষা খেলোয়াড় লুইজাও এএফপি এর কাছে তাঁর গ্যাবন ভ্রমণের সময় দেখা বৈপরীত্য তুলে ধরেছেন: | O zagueiro da equipe brasileira, Luisão, falou com a AFP sobre o contraste que ele testemunhou durante sua visita: |
29 | “আমরা জানি এখানকার মানুষের অনেক সমস্যা আছে, তারপরও এখানে আসতে পারা এবং মানুষের মুখে হাসি ফুটাতে পারা আমাদের জন্য গর্বের ব্যাপার।” | “Sabemos que aqui as pessoas têm seus problemas, então chegar aqui e ver as pessoas sorrindo com a chegada da Seleção, a felicidade no estádio, isso é um orgulho”. |
30 | বেনফিকা ফুটবল দলের এই প্রতিরক্ষা খেলোয়াড় তাঁর চারপাশে দেখা দারিদ্র্য এবং কর্তৃপক্ষের অভিযান চালিয়ে রাস্তার পাশের কয়েক ডজন অবৈধ স্থাপনা ধ্বংস করার দৃশ্যেরও বর্ণনা দেন। | O zagueiro do time do Benfica percebeu também a pobreza no entorno e as dezenas de casas destruídas pelas autoridades após uma operação de luta contra os terrenos ocupados ao longo da rodovia que leva ao estádio. |
31 | ফোহলা ডট কম এর নিবন্ধ অনুযায়ী, এক সাংবাদিক বলেছেন যে আলী বংগোর দেয়া ১ মিলিয়ন রিয়াল বরাদ্দ ছিল ব্রাজিলীয় জাতীয় দলের সদস্যদের একটি বিশেষ অনুশীলন ম্যাচের জন্য, আর যাতে আমন্ত্রিত হবে কেবল গ্যাবনিজ ভিআইপি কর্মকর্তারা: | De acordo com uma matéria do site Folha.com, o jornalista explica que a quantia de 1 milhão de reais desembolsada por Ali Bongo estava inicialmente prevista para bancar também um treino da seleção nacional do Brasil especialmente para milhares de oficiais gaboneses VIP pré-selecionados: |
32 | “প্রেসিডেন্টের বন্ধু”র সঠিক সংখ্যাটা জানা যায় নি। | O número certo de “amigos do presidente” -como um alto executivo do governo chama o grupo- no evento é uma incógnita. |
33 | তবে সেনা কর্মকর্তারা বলেছেন আলী বংগো প্রায় ১৫০০০ ঘনিষ্ঠ ব্যক্তিকে আমন্ত্রণ করেছেন। | Militares afirmam que Ali Bongo convidara entre mil e 15 mil aliados. |
34 | তবে সেলিসং এর ম্যানেজাররা স্টেডিয়ামের খারাপ অবস্থা দেখে ‘বন্ধুত্ব স্টেডিয়াম' তাদের খেলোয়াড়দের অনুশীলন করাতে রাজি হন নি। | Entretanto, quando os membros da equipe técnica da seleção viram as más condições do estádio, recusaram-se a deixar que os jogadores treinassem no ‘Estádio da Amizade'. |
35 | ওই সাংবাদিক আরো বলেছেন যে আলী বংগো নিজেই যে অনুশীলন ম্যাচের দ্বারা উদ্দোক্তা এটা ব্রাজিলীয় দলের টেকনিক্যাল কমিটি (সিবিটি) একরকম উপেক্ষাই করেন। | O jornalista complementou que a comissão técnica da seleção desconhecia que uma festa para o treino estava sendo organizada pelo próprio Ali Bongo. |
36 | সব কিছুর পরও ১০ই নভেম্বর ২০১১ গ্যাবনিজ জাতীয় দলের বিরুদ্ধে ম্যাচটি অনূষ্ঠিত হয়। | A partida contra seleção nacional gabonesa aconteceu, de todo modo, em 10 de novembro de 2011. |
37 | খেলার প্রারম্ভে কারণ বিদ্যুত বিভ্রাটের কারণে ১৮ মিনিট বিলম্বিত হয়। | No início, a partida foi adiada por conta de um apagão de eletricidade. |
38 | ওই মূহুর্তে ‘ব্রাজিল X গ্যাবন' ছিল বিশ্বব্যাপী টুইটারে আলোচিত বিষয়: | ‘Brasil x Gabão' alcançou os trending topics mundiais no Twitter: |
39 | ব্রাজিলীয় ইন্টারনেট ব্যবহারকারী এই ঘটনার উপর তাদের মতামত দিয়েছেন। | Internautas brasileiros compartilharam suas posições sobre o eventos. Lucas ironicamente escreveu: |
40 | লুকাস বিদ্রুপের স্বরে লিখেছেন:: | @Sou1nerd: Brasil x gabão = zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz |
41 | @Sou1nerd: ব্রাজিল X গ্যাবন = zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz | E Jairo Costa complementou [pt]: |
42 | হাইরো কস্তা যোগ করেন: | @Jairo_Costa: R$1. |
43 | ১ মিলিয়ন রিয়ালের দুর্নীতি, ব্রাজিল বনাম গ্যাবন … হাস্যকর! | 000.000,00 de suborno n eh suborno,eh Brasil x Gabão…um absurdo!! |
44 | গ্যাবনিজ ব্লগার রুগু বক্তব্য শেষ করেছেন এভাবে: | O blogueiro gabonês concluiu seu post [fr] dizendo: |
45 | আলী বংগোর জন্য গ্যাবন ও ব্রাজিলের ‘বি' দলের মধ্যে প্রীতি ম্যাচ ছিল সাধারণ মানুষের মনোযোগের বিঘ্ন ঘটানো এবং তাদের দৈনন্দিন দুর্দশাকে ভুলিয়ে দেয়ার জন্য। | A partida amistosa do Gabão contra a equipe B do Brasil é uma ocasião em que Ali Bongo tenta fazer adormecer seu povo, na tentativa de que esqueçam seus problemas da vida cotidiana. |
46 | কিন্তু অপদার্থতা এবং বিঃশৃংখলা দ্বারা চালিত এই সরকারের উচিত দুইবার চিন্তা করা, মানুষকে সব সময় বোকা বানানো যায় না! | Mas esse governo de incompetência e improviso devia pensar melhor, o povo não é bobo! Este post faz parte de nossa cobertura especial Tensões no Gabão em 2011 2011. [en] |