Sentence alignment for gv-ben-20081018-1318.xml (html) - gv-por-20081020-1402.xml (html)

#benpor
1আমেরিকাঃ ব্লগ কার্যকরণ দিবসে ব্লগারদের অংশগ্রহণ – পর্ব ২।Américas: Blogueiros Participam no Blog Action Day – Parte II
2১৫ই অক্টোবরকে ব্লগ কার্যকরণ দিবস (ব্লগ অ্যাকশন ডে) এর বাৎসরিক উদযাপন এর জন্য নির্ধারণ করা হয়েছে।O dia 15 de outubro último foi marcado pelo evento anual do Blog Action Day [”Dia de Ação Blogueira”, em inglês].
3ঐ দিন বিশ্বের সকল প্রান্তের ব্লগাররা কোন একটি বিশেষ বিষয়ের উপর ব্লগ পোষ্ট প্রকাশ করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকে।Nesta data, blogueiros de todo o mundo atendem ao chamado de publicar um post a respeito de um tópico em particular.
4এই বছরের জন্য নির্ধারিত বিষয় হলো দারিদ্র্য।O tema escolhido para este ano foi a pobreza.
5এই প্রচারকাজের আশা হলো “ নিত্যদিনের আলোচনায় পরিবর্তন আনা, সচেতনতা বৃদ্ধি করা, বৈশ্বিক আলোচনা শুরু করা এবং একটি গুরুত্বপূর্ণ কার্যে গতি আনয়ন করা।”Esta campanha espera [En] “mudar a conversação global neste dia, para gerar conscientização, começar uma discussão global e adicionar impulso a uma causa importante”.
6এখানে এই সিরিজের দ্বিতীয় পর্বে এই প্রচারকাজে অংশ নেয়া ল্যাটিন আমেরিকার ব্লগারদের তুলে ধরা হয়েছে (প্রথম পর্ব এখানে দেখুন):Aqui está a segunda parte de uma coleção daquilo que foi dito pelos blogueiros latino-americanos que participaram desta campanha. Se você ainda não leu a primeira parte, ela pode ser encontrada aqui.
7ব্রাজিল:Brasil
8মুনডো এম মুভিমেন্টস এর ব্লগার সার্জিও কটিনহো একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং তিনি দারিদ্র কেবলমাত্রঅর্থের সাথে সম্পৃক্ত নয় এই বিষয়ে নিম্নরূপ বক্তব্য দেন:O blogueiro Sérgio Coutinho, do blogue Mundo Em Movimentos [Pt] é professor universitário, e diz que a pobreza não é relativa apenas a dinheiro:
9পুঁজিবাদের মত দারিদ্র্য বিমোচন বলতে দরিদ্র জনগোষ্ঠির নিজেদের সাথে যুদ্ধ করা এবং তাদের আয় ও মর্যাদা খর্ব করা বোঝায় না, বরং বোঝায় তাদের ক্লীষ্ট চিন্তার বিরুদ্ধে এবং পৃথিবীর নিজস্ব পরিবর্তনের লক্ষ্যহীন যে অবস্থায় আমরা বাস করি সেই অবস্থার দাসত্বের বিরুদ্ধে যুদ্ধ করা।Combater a pobreza não significa, como tem sido feito pelo capitalismo, combater os próprios pobres, achatando suas rendas e dignidades, mas combater o pensamento miserável, escravo do momento em que se vive sem perspectivas de transformação do próprio mundo.
10ভেনিজুয়েলা:Venezuela
11সিবেরেস্ক্রিচুরাসের মতে দক্ষিণ আমেরিকার দারিদ্রের সাথে সম্পর্কিত পরিসংখ্যান খুবই সমস্যাবহুল:Ciberescrituras [Es] acha as estatísticas associadas à pobreza na América do Sul muito preocupantes:
12দক্ষিণ আমেরিকার দেশসমূহের জন্য চরম অপমানের কথা এই যে এখানে ৮০% চরম দারিদ্র সর্ম্পকে বলা হয় এবং যারা ক্ষুধার কারনে প্রতি সেকেন্ডে মারা যায় কেবল তাদের কথাই আমরা বলিনা বরং তাদের কথাও বলি যারা বিদ্যালয়ে যেতে পারেনা, যাদের কে অতীত ইতিহাসে অনেকসময় শোষিত ও অপমানিত হতে হয়েছে এবং আমাদের রাজধানী শহরগুলোর কষ্টকর জায়গাগুলোতে প্রায় মধ্যযুগীয় অবস্থায় থাকতে হয়।“É absolutamente insultante que em nossos países da América do Sul se esteja falando ainda de 80% de pobreza crítica. E não se trata só daqueles que morrem de fome a cada segundo, mas também daqueles que não podem ir à escola, que são explorados e humilhados o tempo todo em condições pré-modernas, quase medievais, nos cinturões de miséria de nossas principais cidades.”
13আর্জেন্টিনা:Argentina
14আর্টেপলিটিকা ব্লগে চার্লি বয়েল সেইসব আর্জেন্টিনার ব্লগারদের তালিকা একত্রিত করেছে যারা ব্লগ কার্যকরণ দিবস সম্পর্কে লিখেছে।No blogue Artepolítica [Es], Charlie Boyle compilou uma lista de blogueiros argentinos que escreveram sobre o Blog Action Day.
15ভিয়েনতোস ডেল সিন সাধারণ একটি ব্লগ যা চলচ্চিত্র এবং ব্লগ কার্যকরণ দিবস এর জন্য আলোচনা করে, তারা বিষয়টি নিয়েই লেখে, কিন্তু সেই সব চলচ্চিত্র সম্পর্কে লেখে যা দারিদ্রের চিত্র ফুটিয়ে তোলে।Vientos del Cine [Es] é geralmente um blogue que discute cinema, e para o Blog Action Day eles se mantiveram fiéis à seu tema, mas escreveram sobre filmes que contém cenas de pobreza.
16ব্লগ বিস এর সাইন মেতু ও এই প্রচারণা কাজের প্রতিফলন ঘটিয়ে বলে, “খুব সামান্য দরিদ্র জনগণই এই পোষ্টটি পড়বে, হয়তোবা কেউই পড়বেনা।”Sine Metu do BlogBis [Es] também reflete sobre a audiência desta campanha, dizendo que “Muito poucas pessoas pobres irão ler este post. Provavelmente nenhuma. “
17ইকুয়েডর:Equador
18সান্টো ডমিঙ্গো ডি সাচিলাস ব্লগের মারিয়া ক্রিস্টিনা মার্টিনেজ, যে সিটি @ সিউদাদ এ ব্লগে লেখে, বলছেন:María Cristina Martínez, de Santo Domingo de los Tsáchilas e que bloga no City @ Ciudad [Es], escreveu:
19আমাদের পেশা এবং আমাদের জ্ঞানকে অন্যের সেবায় নিয়োজিত করে শুরু করি।“Comecemos por colocar nossas profissões e conhecimentos a serviço dos outros.
20নিজেদের ভেতরে দৃষ্টিপাত করি এবং আমাদের চারপাশে যারা আছে তাদের প্রয়োজনের প্রতি ভালবাসা সুলভ আচরণ করি এবং মনে রাখি যে প্রত্যেক ক্ষুদ্র প্রচেষ্টা পৃথিবীকে একটি ভিন্ন অবস্থায় নিতে সক্ষম।Olhemos para o nosso interior e atuemos com amor ante as necessidades das pessoas que nos cercam, e nos lembremos que por menor que seja a ação que realizemos, esta torna o mundo [um lugar] um pouco diferente.”
21নিকারাগুয়া:Nicarágua
22দারিদ্রকে সামাল দিতে, ইস্টাসিও মাসিয়াস এর জার্মান মাসিয়াস লেখেন যে আমাদের অবশ্যই “অতীতের দিকে তাকানো বন্ধ করতে হবে এবং অবশ্যই ভবিষ্যতের নতুন উপায় খুঁজতে সম্মুখে তাকাতে হবে।”Para abordar a questão da pobreza, German Macias do blogue Estación Macias [Es] escreve que devemos “parar de olhar para o passado, e temos que olhar em frente para encontrar novos caminhos para o futuro. “
23গুয়েতেমালা:Guatemala
24দ্যা ড্যাটা গিক ব্লগে ‘নাথান আকা' দারিদ্রের সমস্যা এবং এর সাথে সম্পর্কযুক্ত অপরাধমূলক সমস্যা যা গুয়েতেমালায় দেখা যাচ্ছে সে বিষয়ে লেখেন, এবং মনে করেন তার কাছে সম্ভাব্য সমাধান আছে:Nathan, também conhecido como The Data Geek [Es], escreve sobre o problema da pobreza e sobre o problema relacionado da criminalidade que ocorre na Guatemala, e acredita ter uma possível solução:
25…চাকুরী সৃষ্টি করা , তাদেরকে চাকুরীর জন্য প্রশিক্ষিত করা, এবং যুবশ্রেণীর জন্য প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা করা যাতে তারা জীবনে এগিয়ে যেতে পারে।“… Criar fontes de trabalho, capacitar [as pessoas] para que desempenhem estes trabalhos, e aos menores de idade, dar a educação necessária para que superem-se na vida.
26কিন্তু সেটা এক রাত্রে ঘটানো যাবেনা, তার জন্য কাজ করতে হবে। সেটা আমাদের উপর নির্ভর করে, পৃথক ভাবে নয়।Mas isso não acontece da noite para o dia. Para que isso funcione, depende de nós, que não sejamos discriminadores, e que ajudemos as pessoas.
27কিন্তু অন্যদের সহায়তা করার জন্য, আমরা তাদের সেইসব জিনিস দান করতে পারি যে গুলো আমরা আর ব্যবহার করি না যেমন জুতা, কাপড়, কম্বল এবং যদি পারি তাহলে আহার।Podemos doar a elas aquilo que não estamos mais usando, como sapatos, roupa, cobertores e, quando possível, dar-lhes também alimentos.”
28এই আর্টিকেলটির জন্য বিভিন্ন লিংক প্রদান করায় লুইস কার্লস ডিয়াজ এবং পলা গোজ কে বিশেষভাবে ধন্যবাদ জানাই।Agradecimentos especiais a Luis Carlos Díaz e Paula Góes, por proverem links para este artigo.