# | ben | por |
---|
1 | পৃথিবীকে কথা বলতে দিন – গ্লোবাল ভয়েসেসকে অর্থ সাহায্য করুন | Ajude as Vozes Globais — faça sua doação |
2 | আমরা একটি অনলাইন অনুদান সংগ্রহ পাতা খুলেছি এবং আশা করছি যে আপনারা গ্লোবাল ভয়েসেসকে অর্থ উপহার করে সাহায্য করবেন। | Nós acabamos de lançar a nossa página de doações online [En], e temos a esperança de que você considere a possibilidade de apoiar o Global Voices Online com a sua doação. |
3 | আমাদের স্পন্সররা আমাদেরকে এতদুর পর্যন্ত নিয়ে এসেছে কিন্তু বিশেষ করে অর্থনীতির এই সংকটময় সময়ে আমাদের স্বাধীনভাবে, মুক্ত পরিবেশে এবং নিজের পায়ে দাড়িয়ে কাজ চালিয়ে নিতে সহায়তা করার জন্যে বিশ্বব্যাপী সচেতন ব্যক্তিদের কাছ থেকে বাড়তি সাহায্য দরকার। | |
4 | এই মাসটিতে চার বছর পূর্ণ হবে সেই বিশেষ দিনটির, যেদিন বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা কিছু ব্লগার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আলোচনায় বসেছিল এই বিষয় নিয়ে যে কিভাবে ব্লগ এবং অন্যান্য নব প্রযুক্তি বিশ্বব্যাপী অনলাইন কথোপকথন প্রসারে সহায়তা করে এবং রাজনৈতিক অধিকার ও মানবাধিকার রক্ষায় সচেষ্ট হয়। | |
5 | এই আলোচনার ফলশ্রুতিতেই (অলাভজনক উদ্যোগ) গ্লোবাল ভয়েসেসের জন্ম হয়েছিল। | |
6 | আজকে আমাদের পরিবার বড় হয়ে ১৫০ জন স্বেচ্ছাসেবী লেখক (সেতুবন্ধনকারী ব্লগার) এবং ২০ জনেরও বেশী পার্টটাইম আঞ্চলিক ও ভাষা সম্পাদকের এক বিশাল কর্মীবাহিনীতে পরিণত হয়েছে। | Mesmo com toda a ajuda que recebemos até agora de nossos patrocinadores, precisamos de agora em diante também do apoio de doadores individuais para que possamos nos manter independentes, livres e sustentáveis, especialmente durante estes tempos difíceis. |
7 | এটি এখন উন্নয়নশীল দেশগুলির জন্যে একটি অগ্রণী অংশ্রগ্রহণমূলক নিউজরুমে পরিণত হয়েছে। আপনার অনুদান বিশ্বের বিভিন্ন টাইম জোনে দিন রাত ২৪ ঘন্টা ধরে কাজ করা আমাদের লেখকদের এবং অনুবাদকদের কাজকে নিরবিঘ্নভাবে চালিয়ে যেতে সহায়তা করবে। | Este mês marca quatro anos desde que um grupo de blogueiros dos quatro cantos do globo se reuniram na Universidade de Harvard [En] para falar sobre como blogues e outras tecnologias nascentes poderiam aprimorar o diálogo global em rede e a defesa dos direitos humanos, o que resultou na criação do Global Voices. |
8 | এরা সংঘাতপূর্ণ এলাকা থেকে তথ্য, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বাক স্বাধীনতার জন্যে বিভিন্ন আন্দোলন সম্পর্কে তাজা খবর ইত্যাদি আপনাদের পরিবেশন করতে সব সময়ই সচেষ্ট। | Hoje somos uma vibrante comunidade global com mais de 150 autores e tradutores voluntários ativos e mais de 20 editores regionais e linguísticos, e um grande reconhecimento enquanto espaço de divulgação e diálogo para a mídia participativa do mundo em desenvolvimento. |
9 | আপনার ক্ষুদ্র অনুদানও সমষ্টিগতভাবে আমাদের সার্ভারের খরচ, সম্পাদক এবং ছোট পরিসরের কর্মীবাহিনীকে প্রদেয় অর্থের অনেকটা মিটিয়ে আমাদেরকে ঋণের ভার থেকে মুক্ত রাখতে পারবে। | A sua doação [En] irá ajudar a manter os esforços de nossos autores e tradutores, que trabalham duro para trazer para você informações sobre conflitos regionais, notícias sobre desastres naturais e das linhas de frente das batalhas pela liberdade de expressão. |
10 | আপনাদের এই সাহায্য আমাদের সাইটের বিষয়বস্তুকে ১৫টিরও বেশী ভাষায় অনুবাদে সহায়তা করবে এবং আরও নতুন ভাষায় অনুবাদের উদ্যোগকে বাস্তবায়িত করবে। | Mesmo uma contribuição [En] pequena irá ajudar a financiar as despesas de servidor, a remuneração mensal dos editores e a manutenção de nossa muito pequena equipe técnica. |
11 | এর ফলে বিশ্বব্যাপী সংবাদকর্মী এবং সাধারণ পাঠকরা বিশ্বের বিভিন্ন অঞ্চলের নাগরিক সাংবাদিকদের মাধ্যমে নানামুখী সংবাদ জানতে পারবে যেখানে বর্তমানে প্রচার মাধ্যমগুলোর আন্তর্জাতিক সংবাদ কাভারেজের উপায়গুলো হুমকির সম্মুখীণ এবং মান প্রশ্নের মুখোমুখী। | Se conseguirmos mais contribuições, poderemos continuar com nossas atividades de tradução de nossos conteúdos para mais de 15 línguas, incluindo o português, e iniciar nossas atividades de tradução para novas línguas, para assegurar que leitores e profissionais de imprensa de todo o mundo tenham acesso às diversas vozes vindas da mídia cidadã em neste momento de crise em que a cobertura internacional de notícias está sob séria ameaça. |
12 | আপনার অনুদান অনুগ্রহ করে এইখানে প্রদান করুন এবং সারা বিশ্বের সাধারণ মানুষ কর্তৃক ইন্টারনেট ব্যবহার করে গল্প, চিত্র এবং ভিডিওর মাধ্যমে বিশ্বব্যাপী সংবাদ আদানপ্রদান ও কথোপকথনে আপনার সমর্থনকে পুনর্ব্যক্ত করুন। | Faça agora a sua doação [En] para o Global Voices Online, e declare seu comprometimento em ajudar a amplificar histórias, imagens e vídeos de pessoas comuns ao redor do globo, que usam a internet para se comunicar com outros cidadãos do mundo. |
13 | ধন্যবাদ! | Muito obrigado! |