# | ben | por |
---|
1 | ইরাক: টুইটারে প্রতিফলিত নির্বাচনের দিন! #ইরাক১০ বাগদাদে ভোটকেন্দ্রের দৃশ্য | Iraque: É dia de eleição no Twitter! |
2 | টুইটার পাঠকদের সর্বশেষ খবর জানানোর জন্যে, @ইরাকইলেকশন্স এ বিশেষ একটা সেবা চলছে যেখানে ‘ইরাকের সব এলাকা থেকে ৩০ জন প্রতিনিধি সকাল ১০ টা থেকে নির্বাচন নিয়ে টুইটারে খবর জানাবেন প্রতি ঘন্টায় যেমন তারা দেখছেন।‘ | |
3 | এটি জার্মান মিডিয়া উন্নয়ন সংস্থা এমআইসিটি - মিডিয়া ইন কর্পোরেশন এন্ড ট্রানজিশনের সাহায্যে করা হচ্ছে। @ইরাকইলেকশন্স পাঠকদের প্রতি আবেদন করেছে: | Foto #iraq10 exclusiva de centro de votação em #Baghdad: www.mict-international.org/1a.jpg |
4 | রবিবার @ইরাকইলেকশন্স এ আমাদের কভারেজ দেখুন, টুইটারে সরাসরি। ৪০ জন ইরাকি সাংবাদিক #টুইটিং এর মাধ্যমে নিয়মিত নির্বাচনের খবর জানাবেন! | Laith: Bagdá: Dezenas de famílias da região de AlKaradah tiveram o direito de votar negado porque seus nomes não estavam no registro de votação |
5 | আরেকটি ঘোষণা এইরূপ: | De Sulaimaniya, Jamal escreve: |
6 | আমরা সরাসরি দেখাচ্ছি- ভাষান্তর অচিরেই আসছে! | #SULAIMANIYA, Jamal: Centros de votação estão fechados. |
7 | #ইরাকের ভিতর থেকে @ইরাকইলেকশন্স সম্পর্কে জানার জন্য আমাদের সরাসরি টুইট দেখুন। #ইরাক১০ বিতর্কে অংশগ্রহন করুন। | A imprensa não tem permissão de entrar e monitorar a contagem dos votos. |
8 | নির্বাচনের স্থান থেকে ঘটনার বিবরণ জানান বিশ্বে অনেক জায়গার সাধারণ ব্যবস্থা, তবে ইরাকের জন্যে এটি বিশেষভাবে সাহসী পদক্ষেপ। | |
9 | কারণ এখানে সারা দিন বোমা বিষ্ফোরণ ঘটেছে আর বিভিন্ন দলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। | |
10 | @ইরাকইলেকশনস এ যে সকল সাংবাদিক টুইটার নিয়ে কাজ করেছেন তারা দারুন করেছেন সামাজিক নেটওয়ার্কিং টুলস ব্যবহার করে আমাদেরকে ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল রাখায়। | |
11 | একটি আপডেটে লাইথ জানিয়েছেন: | #iraq10 |
12 | লাইথ: বাগদাদ: আল কারাদাহ এলাকার বেশ কয়েক পরিবার ভোট দিতে যাননি কারন তাদের নাম ভোটার তালিকায় ছিলনা। | |
13 | #ইরাকইলেকশন সুলায়মানিয়া থেকে জামাল লিখেছেন: | Por todo lugar na Twittersfera, @iawia1 nota: |
14 | #সুলায়মানিয়া, জামাল: ভোটিং স্টেশন বন্ধ হয়ে গেছে। প্রেসকে ভিতরে ঢুকে ভোট গণনা দেখতে দেয়া হয়নি। | Hoje o Iraque está tendo a eleição mais democrática da região. |
15 | #ইরাক১০ | |
16 | টুইট জগতের অন্যত্র @আইওয়া১ জানিয়েছেন: আজকে এই অঞ্চলের সব থেকে গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে ইরাকে। | Espero que mantenha e seja um exemplo para o oriente médio #iranelection #iraqelection #iraq |
17 | আশা করছি এটা টিকে থাকবে আর মধ্য প্রাচ্যের জন্য উদাহরণ হয়ে থাকবে #ইরানইলেকশন #ইরাকইলেকশন #ইরাক | |
18 | আমেরিকান @জেফমায়ারসন ভালো চিন্তা করছেন: | O americano @jeffmeyerson é positivo: |
19 | স্বাধীনতার সাথে উদযাপন করুন- আজকের মতো করে ইরাকিদের ভালোবাসা যখন তারা গণতন্ত্রের ব্যাপারে তাদের অবস্থান নিয়েছেন। | Comemore com os iraquianos que amam a liberdade que, no dia de hoje, fizeram sua parte pela democracia. |
20 | #ইরাক | #iraq10 |
21 | আর এবিসির প্রতিনিধি মিগুয়েল মারকেজ দিনের সারসংক্ষেপ জানিয়েছেন: | E Miguel Marquez, correspondente da ABC News, resume o dia dizendo: |
22 | #ইরাক এলেক্স: ৩৮ জন নিহত, ৭৩ জন আহত। | #iraq elex [Eleições Iraquianas]: 38 mortos, 73 feridos. |
23 | প্রায় ৪০টি বিষ্ফোরণ। | Quase 40 explosões. |
24 | তারপরেও ইরাকিরা ভোট দিতে বেরিয়েছেন। | Ainda assim os iraquianos apareceram para votar. |
25 | মনে হচ্ছে বাগদাদের বাইরে ভোট বেশী পড়বে। | Parece que o número de votos será maior fora de Bagdá |