Sentence alignment for gv-ben-20130102-34614.xml (html) - gv-por-20130102-38853.xml (html)

#benpor
1মিশর: জনগণ বিনামূল্যে ওপেন সোর্স সফ্টওয়্যার চায়Egipto: O povo exige software livre e aberto
2মধ্যপ্রাচ্যের উত্থানে প্রযুক্তির মুক্তিদাতার ভূমিকা সম্পর্কে অনেক বলা হলেও অঞ্চলটিতে প্রযুক্তির মুক্তিদানে উত্থান পারস্পরিক যে ভূমিকাটি এখনো পালন করতে পারে সে সম্পর্কে বলার আরো কিছু বাকি রয়েছে।Muito já se disse sobre o carácter libertador que a tecnologia assumiu nas revoltas do Médio Oriente, mas ainda há muito a explorar no que diz respeito ao papel que a revolução deve desempenhar na libertação da própria tecnologia naquela região.
3এই বুধবারে (২৬শে ডিসেম্বর) মিশরের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ফেসবুক পাতা তার সাম্প্রতিক একটি সভার সংক্ষিপ্ত একটি বিবরণ প্রকাশ করেছে। এতে সরকার ৪কোটি ৩৮লক্ষ ডলার (প্রায় বাংলাদেশী ৩৫০ কোটি টাকা) মাইক্রোসফ্ট থেকে লাইসেন্স এবং সফ্টওয়্যার পণ্য লাভের জন্যে খরচ করতে সম্মত হয়েছে।Na quarta feira [26 de Dezembro de 2012] o Facebook oficial do Primeiro Ministro egípcio publicou o resumo de uma das suas reuniões recentes, na qual o governo aceitou gastar $43,8 milhões de dólares na aquisição de licenças e produtos de software da Microsoft.
4সংবাদটি পড়ে অনেক মিশরীয় নাগরিক তাদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে।Muitos cidadãos egípcios começaram a expressar o seu descontentamento depois de lerem a notícia.
5@আরআরকোয়ালিশন: সরকার মাইক্রোসফ্ট থেকে সফ্টওয়্যার নেওয়ার জন্যে ৪কোটি ৪০লক্ষ ডলার খরচ করছে, আর অন্যদিকে তারা দাবি করছে রাষ্ট্র প্রায় দেউলিয়া।@rrcoalition: O governo paga $44 milhões em software da Microsoft ao mesmo tempo que afirma que o estado está prestes a entrar em bancarrota.
6আয়া_আয়মান: হ্যাঁ, কারণ সরকার (তো) মিশরের সব দরিদ্র এবং গৃহহীনদের খাইয়েছে আর আশ্রয় দিয়েছে, আর মাত্র কয়েক লক্ষ অবশিষ্ট রয়েছে!@Aya_Ayman: Sim, porque o governo alimentou e deu abrigo a todos os pobres e mendigos do Egipto e sobraram alguns milhões!
7তারপরেও জনগণ বিপুল পরিমাণ টাকা ব্যয়ের কারণে ক্ষুদ্ধ তা নয়। বরং তারা প্রধানতঃ অপেক্ষাকৃত কম খরচে শ্রেয়তর বিকল্প দেখতে পেয়ে খাপ্পা এবং যা কিনা স্থানীয় সফ্টওয়্যার উন্নয়ন সম্প্রদায়ের বিকাশে সাহায্য করতে পারতো।No entanto, as pessoas não estavam indignadas por causa da quantia imensa a ser gasta, mas principalmente porque vêem alternativas melhores que podem custar menos e também ajudar a desenvolver a comunidade local de desenvolvimento de software.
8সামোরা আলী (@সামোরাআলি) এই ব্যানারটি টুইটারে ভাগাভাগি করেছেন।“43 milhões de dólares podem fazer muito com Open Source” Samar Ali (@SaMoRaAli) partilhou este banner no Twitter.
9@গুয়ে৩বারা: এই (পরিমাণ) অর্থ ব্যয়ের পরিবর্তে সরকারের মুক্ত উৎস (ওপেন সোর্স) সফ্টওয়্যার ব্যবহারের জন্যে বিকল্প সমাধান খুঁজে বের করতে সরকার স্থানীয় সফ্টওয়্যার উন্নয়নকারীদের কাছে মাত্র দশ লক্ষ ডলার করলেই হতো।@Gue3bara: Em vez de gastar este dinheiro, o governo podia gastar apenas um milhão com programadores locais que desenvolvessem soluções alternativas para o governo através de software open source.
10ওমর একে মুক্ত উৎস সফ্টওয়্যারের অর্থটি সংক্ষেপে ব্যাখ্যা করেছেন:Omar Ak (@i3mmoor) explicou brevemente o significado de Software Open Source (código aberto):
11@আই৩এমমুর: পিটি (পূর্বের টুইট) - মুক্ত উৎস (সফ্টওয়্যার) বিনামূল্যের পাশাপাশি পরিবর্তন করা যায় এবং নবায়নের দাবি করে না।Nota: para além de ser livre, o open source pode ser modificado e não exige renovação.
12#মুক্তমিশর.#OpenEgypt
13উন্নয়নের জন্যে জ্ঞানে প্রবেশাধিকার কেন্দ্রের (এটুকেফরডি) প্রতিষ্ঠাতা পরিচালক এবং মুক্ত আফ্রিকা উদ্ভাবন গবেষণা প্রকল্পের (মুক্ত এ. আই.Nagla Rizk, directora fundadora do Centro de Acesso ao Conhecimento para o Desenvolvimento (A2K4D) e membro do comité dirigente do Projecto de Investigação e Inovação Open Africa (Open A.I.R), acrescentou no Twitter (@naglarzk):
14আর) পরিচালনা পর্ষদের সদস্য নাগলা_রিজক টুইটারে যোগ করেছেন:
15@নাগলারজক: মাইক্রোসফ্টের সঙ্গে এই চুক্তিটি মিশরীয় বাজারে এর উপস্থিতি বৃদ্ধি করা ছাড়াও বাজারে স্থানীয় ছোট ছোট বিশেষ করে মুক্ত উৎস সফ্টওয়্যারের উপর নির্ভরশীল কোম্পানীগুলোর সম্ভাবনা হ্রাস করবে।Este contrato com a Microsoft, não só aumenta a presença da empresa no mercado egípcio como também reduz as oportunidades para pequenas empresas locais que pretendam competir no mercado, especialmente aquelas que se baseiam em Software Open Source.
16@নাগলারজক: মাইক্রোসফ্টের সঙ্গে ৪কোটি ৩০লক্ষ ডলারের চুক্তিটি #মিশরের জন্যে বিশেষ করে বিপ্লবোত্তর স্বচ্ছতা, সহযোগিতার ও স্বাধীনতার প্রতিশ্রুতির পর বাস্তব বিপত্তি।o acordo de $43m com a Microsoft é um retrocesso para o #Egipto, especialmente depois da revolução com promessas de mais abertura, colaboração e liberdade.
17#মুক্তমিশর#OpenEgypt
18হোসাম এল-হামালাউয়ি (@৩অ্যা্রাবাউয়ি) কেন এই চুক্তিটি অনুমোদন করা উচিৎ নয় তার আরো বিস্তারিত কারণ [আরবী ভাষায়] প্রকাশ করেছেন।Hossam El-Hamalawy (@3arabawy) publicou com mais detalhe as razões [ar] pelas quais este acordo não deveria ser firmado.
19এবং আরো অন্যান্য অনেক সংস্থা ও ব্যক্তিবর্গ এই পিটিশনটিতে [আরবী ভাষায়] স্বাক্ষর করতে শুরু করেছে।E muitas outras organizações assim como indivíduos começaram a assinar esta petição [ar].
20ঘটনাবলী এখানেই থেমে নেই।As coisas não ficaram por aqui.
21বরং মিশরের ওপেন সোর্স কমিউনিটির সদস্যরা ৩০শে ডিসেম্বর তারিখে মন্ত্রীপরিষদের সামনে একটি মৌন বিক্ষোভের আহবান জানিয়েছে।Membros da comunidade Open Source no Egipto convocaram uma manifestação silenciosa em frente ao gabinete dos ministros no dia 30 de Dezembro.
22মিশরের বিভিন্ন স্থানে আরো অন্যান্য বিক্ষোভের আয়োজন করা হচ্ছে হচ্ছে।Outros protestos estão a ser organizados em diferentes regiões do país.
23আর এখন জনগণকে মুক্ত উৎস সফ্টওয়্যার এবং এর সুবিধা সম্পর্কে জানিয়ে দিতে #মুক্তমিশর হ্যাশট্যাগটি ব্যবহৃত হচ্ছে।A hashtag #OpenEgypt está a ser usada para explicar às pessoas o que é o Software Open Source e quais as suas vantagens.