# | ben | por |
---|
1 | ম্যাসেডোনিয়াঃ সফটওয়ার স্বাধীনতা দিবস | Macedônia: Dia da Liberdade do Software |
2 | বৈশ্বিক সফটওয়ার স্বাধীনতা দিবসের অংশ হিসাবে মুক্ত সফটওয়ার ম্যাসেডোনিয়া তৃতীয়বারের মত স্কপিয়ের কেন্দ্রে একটা অনুষ্ঠান আয়োজন করেছিল। | Como parte das atividades do Dia Global da Liberdade do Software [En], a Free Software Macedonia [“Software Livre Macedônia”, Mk] organizou pela terceira vez um evento no centro de Skopje. |
3 | তারা ৪ঠা অক্টোবর আয়োজিত অনুষ্ঠানকে লক্ষ্য করে প্রস্তুতকৃত উবুন্টু লিন্যাক্সের লিফলেট ও ডিস্ক বিতরণ করেছে। যার মধ্যে অন্যান্য অপরেটিং সিস্টেমে ব্যবহারোপযোগী মুক্ত সফটওয়ার প্রোগ্রাম ও সুইডিস পাইরেসি সংস্কৃতির উপরে নির্মিত একটা চলচ্চিত্র “স্টিল দিস ফিল্ম” ও ছিল। | No dia 4 de outubro eles distribuíram panfletos e discos contendo o Ubuntu Linux, que foram preparados especialmente para esta ocasião e incluíam outras aplicações de software livre para outros sistemas operacionais, assim como um filme sobre a cultura sueca de pirataria, chamado “Steal This Film.” |
4 | সফটওয়ার মুক্ত দিবসের প্রচারপত্র | [“Roube Este Filme”, em inglês]. |
5 | স্কয়ারে অনুষ্ঠান শুরু হলে দিবসটির তাৎপর্যে অনুপ্রাণিত হয়ে একদল শিল্পী একে উৎসর্গ করে যৌথভাবে একটি ছবি আঁকে। ফ্রি সফটওয়ার ম্যাসেডোনিয়া ব্লগের একজন সদস্য লেখেন (ম্যাসেডোনিয়ানে): | O evento começou em uma praça, e incluiu um grupo de artistas que colaborou em uma pintura dedicada e inspirada por este dia. No blog do Free Software Macedonia, os membros escreveram [Mk]: |
6 | ক্যানভাসটি স্কয়ারের মানুষদের মনোযোগ আকর্ষণ করে যদিও সে সময়ে আরো অনেক অনুষ্ঠান চলছিলো। | “A tela atraiu a atenção das pessoas na praça, embora houvesse outros eventos acontecendo no mesmo momento. |
7 | তাৎক্ষণিকভাবে শিল্পীরা আঁকতে শুরু করে এবং ক্যানাভাসে অনতিবিলম্বে ভেসে ওঠে “ফ্রি সফটওয়ার” লেখা। | Os artistas começaram a trabalhar imediatamente, e em pouco tempo havia um ‘software livre' na tela.” |
8 | সফটওয়ার স্বাধীনতা দিবসের জন্য অঙ্কিত ক্যানভাস | Eles ficaram satisfeitos com a resposta das pessoas e com o evento [Mk]: |
9 | মানুষের সাড়া এবং অনুষ্ঠান দেখে তারা পরিতৃপ্ত ছিল (ম্যাসেডোনিয়ান ভাষায়): | |
10 | আমরা অনেক মানুষকে তথ্য সরবরাহ করেছি এবং অনেকেই থেমে দাড়িয়েছে এবং প্রশ্ন করেছে। | “Nós demos informações a várias pessoas, e algumas delas até pararam e fizeram perguntas. |
11 | কিছু মানুষের প্রশ্ন ছিল সুনির্দিষ্ট তবে অনুষ্ঠান ও কার্যক্রম বিষয়ে বেশীরভাগের সরল আগ্রহ দেখা গেছে। | Havia aqueles que vinham com perguntas concretas, mas a maioria das pessoas tinha um interesse geral no evento e nas atividades. |
12 | প্রত্যাশার চেয়েও অনুষ্ঠানটি ভাল হয়েছে। | No geral, o evento foi melhor do que esperávamos. |
13 | যারা ফ্রি সফটওয়ার সংস্কৃতিতে আকৃষ্ট হয়েছে সম্ভবত তারা আবার আসবে “জ্ঞান বিনিময়” অথবা “চলচ্চিত্র বিনিময়” কার্যক্রমে অংশ নিতে। তখন আমরা তাদের সাথে আরো গাঢ় যোগাযোগ স্থাপন করতে সমর্থ হবো। | Provavelmente algumas das pessoas, que ficaram realmente interessadas na cultura do software livre, virão algumas vezes ao ‘Partilhando Conhecimento' ou ‘Partilhando Filmes', onde podemos fazer um contato mais aprofundado.” |
14 | ফ্রি সফটওয়ার ম্যাসেডোনিয়া প্রতি সপ্তাহে অনুষ্ঠান আয়োজন করে থাকে, যেমন: “জ্ঞান বিনিময়”, যেখানে তারা তাদের জ্ঞান, অভিজ্ঞতা বিনিময় কর থাকে। | |
15 | ফ্রি সফটওয়ারে আগ্রহী মানুষদের সাথে আলোচনা করে। মজার উপস্থাপনা, উন্মুক্ত বিষয়ের চলচ্চিত্র এবং ইউটিউবের প্লেলিস্ট সম্বলিত চলচ্চিত্র বিনিময় করে। | O Free Software Macedonia organiza todas as semanas eventos como o “Partilhando Conhecimento”, onde eles partilham aquilo que sabem, fazem experimentos e discutem com as pessoas interessadas sobre software livre. |
16 | এইসমস্ত আয়োজনে যেকোন মানুষ অংশ নিতে চাইলে তাকে স্বাগত জানানো হয় এবং তারা কোন খরচ ছাড়াই অংশ নিতে পারে। | Outro evento realizado por eles é o “Partilhando Filmes”, onde eles estão exibindo apresentações interessantes, filmes de conteúdo aberto e playlists do YouTube. |
17 | আলোকচিত্রের জন্যে কৃতজ্ঞতা: ফ্রি সফটওয়ার ম্যাসেডোনিয়া, যা ক্রিয়েটিভ কমোনস লাইসেন্সের আওতায় ব্যবহৃত। | Todos são benvindos a estes eventos, e a entrada é sempre gratuita. Crédito das fotos: Free Software Macedonia [Mk], usadas sob licença Creative Commons. |