Sentence alignment for gv-ben-20141222-45975.xml (html) - gv-por-20141220-56170.xml (html)

#benpor
1গ্রানাডাতে ব্যাপক পরিবর্তন এনেছে একটি ছোট্ট পাঠাগারUma pequena biblioteca está fazendo a diferença em Granada
2ওয়েস্ট ইন্ডিয়ান গল্প।West Indian Stories.
3ছবিঃ ফ্লিকার ব্যবহারকারী কোকোনিকো।Foto do usuário do Flickr coconinoco.
4সিসি বাই-এনসি-এনডি ২.CC BY-NC-ND 2.0
5০। গ্রানাডাতে এমন একটি পাঠাগার আছে যা একেবারেই গতানুগতিকতার বাইরে।Este artigo contém links que levam a outras páginas, inclusive noutros idiomas, caso queira aprofundar o assunto
6একজন লেখক, গির্জার একটি গ্রুপ এবং তৃণমূলের একটি দল যৌথভাবে পাঠাগারটি প্রতিষ্ঠা করেছেন।
7এই যৌথ সামাজিক কার্যক্রমটিকে বলা হয় গ্রাউন্ডেশন গ্রানাডা।
8তাঁদের প্রতিষ্ঠিত পাঠাগারটির নাম মাউন্ট জিওন।Existe uma biblioteca em Granada fora do comum.
9এই ছোট পাঠাগারটি এমন একটি কার্যক্রম, যা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সংস্কৃতিকে প্রবর্তন করতে চায়।Foi fundada por um escritor, um grupo da igreja e por um grupo de ação social chamado Groundation Grenada.
10কেননা ক্যারিবিয়ান অঞ্চলে স্বেচ্ছাসেবকের কাজ করার তেমন প্রচলন নেই। এই কার্যক্রমের মাধ্যমে শুধুমাত্র তরুণদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেই উদ্বুদ্ধ করে না বরং বই পড়তে ভালোবাসতে শেখায়।Mt. Zion é uma pequena biblioteca que está promovendo a cultura do voluntariado, o que não é comum no Caribe, incentivando a juventude não apenas a se envolver, mas também a aprender a gostar de ler.
11তরুণদের লক্ষ্য করে প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। বিশেষকরে ২০০৯ সালে প্রকাশিত জাতিসংঘের উন্নয়ন কার্যক্রমের মানব উন্নয়ন রিপোর্টের প্রাসঙ্গিক উন্নয়নের আলোকে তরুণদের উন্নয়নে প্রকল্পটি হাতে নেয়া হয়েছে।O foco do projeto são os jovens, o que é especialmente importante após o relatório sobre desenvolvimento humano do Programa das Nações Unidas para o Desenvolvimento,de 2009, mostrar que Granada possui a mais alta taxa de pobreza dos países ingleses do Caribe.
12রিপোর্টে দেখা গেছে, ইংলিশ ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোর মধ্যে গ্রানাডার দারিদ্র্যের হার সর্বোচ্চ।
13আর সর্বোচ্চ দারিদ্র্য হারের কারনে তরুণেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।A juventude é a mais prejudicada, a situação econômica afeta sua escolaridade e empregabilidade.
14বিদ্যালয়ে তাদের পড়াশুনা এবং ফলাফলস্বরূপ তাদের কর্মজীবনে এই অর্থনৈতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব পরছে।
15দেশটির বেকারত্বের হার বর্তমানে শতকরা ৪০ শতাংশে পৌঁছেছে।A taxa de desemprego no país, atualmente, está em torno de 40%.
16যদিও মাউন্ট জিওন পাঠাগার সেবাকে একটি বিকল্প টেকসই পেশা হিসেবে তুলে ধরেছে, তার সাথে বাড়তি পাওনা হিসেবে নতুন প্রজন্ম পড়তে আরো বেশি উৎসাহী হয়ে উঠছে।A Mt. Zion está transformando os serviços bibliotecários em uma opção de carreira viável e sendo o bônus uma nova geração que está se apaixonando pela leitura.
17গ্রাউন্ডেশন গ্রানাডা এমনি একটি উদাহরণ শেয়ার করেছেঃ ২০ বছর বয়সী আলেসিয়া আয়ারড একজন গায়ক এবং শিল্পী।Groundation Grenada compartilha um exemplo: Alesia Aird, 20 anos, cantora e artista que não se parece em nada com uma bibliotecária convencional.
18তাকে দেখতে একেবারেই তথাকথিত একজন গ্রন্থাগারিক বলে মনে হয় না।
19তিনি জ্যামাইকান রিগ্গি সঙ্গীতের আইকন পিটার টসের সচেতন সঙ্গীত শোনেন এবং ধরণ ন্যান্সি পার্লের চেয়ে লরেন হিলের মতো।Ela escuta o ícone do reggae jamaicano Peter Tosh e sua música consciente e se parece mais com a Lauryn Hill do que com a Nancy Pearl.
20তিনি তার অধিকাংশ অবসর সময় মাউন্ট জিওনে স্বেচ্ছাসেবক হিসেবে ব্যয় করেন এবং ওয়েস্ট ইন্ডিয়ান সাহিত্য ও বিজ্ঞান কথাসাহিত্যের কাজ সম্পর্কে উত্সাহী হয়ে উঠছেন।No entanto, ela passa a maior parte de seu tempo livre voluntariando na biblioteca e se apaixonou por literatura indiana contemporânea e por obras de ficção científica.
21গ্রাউন্ডেশন ব্যাখ্যা করেছে:Groundation explica:
22আলেসিয়া সবসময় পাঠক ছিলেন না।Alesia nem sempre foi leitora.
23আসলে পড়াশোনা সব সময় তাঁর কাছে শাস্তির মত অনুভূত হত; তাকে যেন কোন কিছু করতে বাধ্য করা হচ্ছে।Na verdade, ela relembra que a leitura parecia uma punição, algo que era forçada a fazer.
24একটি মাছ কিভাবে একটি গাছে আরোহণ করবে সে সম্পর্কে পড়ানোর মতো স্কুলে তাঁর কঠিন অভিজ্ঞতার কথা তিনি বর্ণনা করেছেন। কারণ স্কুলের প্রচলিত পদ্ধতি শেখার বিভিন্ন ধরণ এবং স্থানকে তুলে ধরতে ও তাঁর সঠিক প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে।Descreve sua experiência na escola sendo similar a ensinar um peixe a subir em uma árvore, já que o sistema escolar não conseguiu reconhecer e aplicar diferentes estilos e ritmos de aprendizagem.
25সুতরাং পাঠক নন এমন একজন কিভাবে ঠিক একজন স্বেচ্ছাসেবক গ্রন্থাগারিক হিসাবে নিযুক্ত হলেন ?Então, como um não leitor se candidata a voluntário de uma biblioteca?
26ধীরে ধীরে তিনি তা হয়ে উঠেছেন।Pouco a pouco, como se vê.
27একজন বন্ধু তাকে বই বাছাইয়ে সাহায্যের জন্য বলেছিলেন।Um amigo pediu-lhe para ajudá-lo na classificação de alguns livros.
28তাই বাধ্য হয়ে তিনি বই বাছাই করলেন। ফলে এই প্রকল্পে জড়িত ব্যক্তিদের “গুড ভাইবস” দ্বারা তিনি এ কাজে নিযুক্ত হলেন।Ela concordou e se deixou levar pela “boa vibração” do que dizem as pessoas envolvidas no projeto.
29তিনি বলেন, “অ-পাঠক থেকে পাঠকে রুপান্তরিত হওয়া লোকেরা তাদের পছন্দের বইটি পড়ে যে হাসি” হাসেন সে হাসিই তাকে এ কাজে উদ্বুদ্ধ করে।Diz que o que a fez ficar foi “o sorriso dos leitores que se converteram depois da leitura de um livro de que gostaram”.
30আইরিড মনে করেন যে মাউন্ট জিওন শুধু স্বেচ্ছাসেবকদের আবেগের কারণেই বিশেষ কিছু হয়ে ওঠেনি, বরং “এর অবস্থান [সেন্ট জর্জ এর কেন্দ্রবিন্দুতে]” এবং সেবার ফলে লাইব্রেরিটি গতানুগতিকতার বাইরে অনন্য হয়ে উঠেছে।”Aird está convencida que a biblioteca Mt. Zion é especial, não apenas pela paixão dos voluntários, mas também pela “sua localização [no coração de St. George] e sua origem, que dão à biblioteca características únicas e pouco convencionais”.
31মাউন্ট জিওনের জনপ্রিয়তা ক্রমাগত বেড়ে চলেছে।
32প্রতিবেদন অনুযায়ী, দিনে কমপক্ষে দুইজন করে নতুন সদস্য আসছেন।
33বিশেষকরে, তরুণদের মাঝে এটি বেশি জনপ্রিয়তা পাচ্ছে। তাঁরা এটিকে এমন একটি সহায়ক স্থান বলে মনে করছে, যেখানে তাঁরা ভাবনার আদান প্রদান এবং নিজেদের মতো করে সময় কাঁটাতে পারে।A popularidade da Mt. Zion continua crescendo - dois novos membros se registram por dia - especialmente os mais jovens, que lá encontram um espaço de apoio, onde podem trocar ideias e serem eles mesmos.