Sentence alignment for gv-ben-20091112-7498.xml (html) - gv-por-20091104-4947.xml (html)

#benpor
1থ্রেটেন্ড ভয়েসেস ওয়েবসাইট প্রকাশিত হয়েছেApresentamos o Threatened Voices [Vozes Ameaçadas]
2বর্তমান সময়ের বাস্তবতা এই যে ইতিপূর্বে কখনো এত লোক ইন্টারনেটে তাদের লেখালেখির জন্যে বিপদগ্রস্ত হন নি বা জেলে যান নি।Nunca antes tantas pessoas foram ameaçadas ou colocadas na cadeia pelas palavras que elas escrevem na internet.
3যেহেতু বিভিন্ন কর্মী আর সাধারণ নাগরিক ইন্টারনেটকে লাগাতার ব্যবহার করেছেন তাদের মতামত প্রকাশ আর অন্যের সাথে সংযুক্ত হওয়ার, অনেক দেশের সরকার তাদের উপর নজরদারি, ফিল্টারিং, আইনগত ব্যবস্থা আর অপদস্থ করাকে বাড়িয়ে দিয়েছেন।Na medida em que ativistas e cidadãos comuns aumentaram o uso da internet para se expressarem e conectarem com outras pessoas, muitos governos também aumentaram a vigilância, filtragem, ações judiciais e assédio.
4ব্লগার আর অনলাইন লেখকদের কারো কারো জন্য সব থেকে কঠোর পরিণতি হচ্ছে তাদের অনলাইন আর/বা অফলাইন কাজের জন্য রাজনৈতিকভাবে প্রণোদিত হয়ে গ্রেপ্তার হওয়া। কিছু করুন ক্ষেত্রে এদের মৃত্যু পর্যন্ত হয়েছে।A conseqüência mais rígida para muitos tem sido o encarceramento - motivado por política - de blogueiros e escritores online por causa de suas atividades online e/ou offline, em alguns casos críticos levando até mesmo à morte.
5এখন বিশ্বব্যাপী জেলে থাকা মিডিয়া কর্মীর ৪৫% অনলাইন সাংবাদিক আর ব্লগার।Jornalistas online e blogueiros agora representam 45% de todos os trabalhadores de mídia na cadeia em todo o planeta.
6গ্লোবাল ভয়েসেস এডভোকেসী প্রকল্প নতুন একটা ওয়েবসাইট শুরু করছে থ্রেটেন্ড ভয়েসেস (আক্রান্ত কণ্ঠ) নামে যেখানে অনলাইনে মুক্ত ভাষ্যকে থামানোর প্রচেষ্টাগুলোকে খুঁজে বের করে লিপিবদ্ধ করা হচ্ছে।
7এতে রয়েছে একটা বিশ্ব মানচিত্র আর পরস্পর কার্যকরী একটি টাইমলাইন যার মাধ্যমে বিশ্বব্যাপী ব্লগারদের বিরুদ্ধে হুমকির ঘটনা আর তাদের গ্রেপ্তারের চিত্র বোঝা যায়।O Global Voices Advocacy está lançando um novo website chamado Threatened Voices para ajudar a monitorar a supressão da liberdade de pensamento online.
8এই কেন্দ্রীয় প্লাটফর্মে বিভিন্ন নিবেদিত সংস্থা আর কর্মীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং হচ্ছে। এই সব সংস্থার মধ্যে উল্লেখযোগ্য ব্লগার রক্ষা কমিটি, মানবাধিকার সংক্রান্ত তথ্যের আরব নেটওয়ার্ক, সীমান্ত হীন সংবাদদাতা, হিউমান রাইটস ওয়াচ, সাইবার ল ব্লগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সাংবাদিকদের রক্ষা কমিটি এবং গ্লোবাল ভয়েসেস এডভোকেসী।O site apresenta um mapa mundial e uma linha do tempo interativa que ajudam a visualizar a história de ameaças e prisões contra blogueiros em todo o planeta, além de ser uma plataforma central para reunir informações das organizações e ativistas mais dedicados, incluindo: Committee to Protect Bloggers, The Arabic Network for Human Rights Information, Reporters without Borders, Human Rights Watch, CyberLaw Blog, Amnesty International, Committee to Protect Journalists, Global Voices Advocacy.
9কোন ব্লগার, কোথায়?Qual blogueiro, onde?
10গ্রেপ্তারকৃত বা হুমকি প্রাপ্ত ব্লগার আর অনলাইন লেখকদের সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন বেশ কয়েকটা কারনে।Encontrar informação correta sobre blogueiros e escritores ameaçados e presos é difícil por diversas razões.
11প্রথমত:, অনলাইন সেন্সরশীপ আর দমন নিয়ে যে গোপনীয়তা চলে তার ফলে সঠিক সংবাদ পাওয়া বেশী কঠিন হয়ে যায়।Primeiro, o mistério em volta da censura e repressão online torna esse ato difícil de ser preciso.
12মিশর বা ইরানের মতো দেশে প্রতি সপ্তাহেই অনলাইন সাংবাদিক বা কর্মীর গ্রেপ্তার বা তাদের হুমকি প্রদানের ঘটনা ঘটছে, কিন্তু এর পেছনে কারণ বা সত্যি ঘটনা প্রায় আবছা হয়ে থাকে।Nem uma semana passa sem histórias de prisões de mais um jornalista ou ativista online em países como Egito ou Irã, mas os detalhes e razões são freqüentemente encobertos por mistério.
13দ্বিতীয়ত:, এখনো ‘ব্লগার' এর সংজ্ঞা নিয়ে কিছু মতান্তর আছে।Segundo, ainda há confusão sobre a definição de um “blogueiro”.
14পেশাদারী সাংবাদিকরা লাগাতার অনলাইন মিডিয়া আর ব্লগের দিকে ঝুঁকছেন বেশী স্বাধীনতার খোঁজে, পুরানো সংজ্ঞার ধারণা ঝাপসা করে দিয়ে।Jornalistas profissionais estão cada vez mais migrando para mídia online e blogs em busca de mais liberdade, borrando as antigas linhas de definição.
15আর চীন, তিউনিশিয়া, ভিয়েতনাম বা ইরাকের অনেক তথাকথিত সাইবার-ভিন্নমতাবলম্বীর নিজস্ব ব্লগ নেই, তারা কোন প্লাটফর্মে লেখেন।E muitos dos conhecidos como ciber-dissidentes na China, Tunísia, Vietnam, ou Irã, não mantêm blogs pessoais.
16অনেক সময়ে ব্লগারদের গ্রেপ্তার করা হয় তাদের অফলাইন কাজের জন্য, তারা অনলাইনে কি প্রকাশ করলেন সেটা বাদ দিয়ে।Tempos atrás, os blogueiros eram presos por suas atividades offline, não pelo que eles publicavam online.
17এই বিভ্রান্তি মাঝে মাঝে অনলাইনে মুক্ত কথার প্রবক্তাদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করে। তারা দ্বিধান্বিত হয় ব্লগার আর অনলাইন কর্মীদের রক্ষার জন্য উপযুক্ত পন্থা আর কার সাথে কাজ করবে সেটা নিয়ে, কাজেই এই চেষ্টাটি বেশ গুরুত্বপূর্ণ।Esta confusão tem, por vezes, tornado difícil para os defensores da liberdade de expressão online pensar em boas estratégias e parcerias para defender blogueiros e ativistas online, mas nunca antes tem sido tão importante tentar tal feito.
18আসুন এক সাথে কাজ করি:Vamos trabalhar juntos
19গ্লোবাল ভয়েসেস একদল লেখক, সম্পাদক আর ভাষান্তর কারীর মিলন ক্ষেত্র, যারা আমাদেরকে সাহায্য করেন মুক্ত কথা আর মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে তথ্য প্রকাশে।No Global Voices nós engajamos com uma comunidade de autores, editores e tradutores que ajudam-nos a se manter informados sobre abusos contra liberdade de expressão e aos direitos humanos.
20থ্রেটেন্ড ভয়েসেস ওয়েবসাইট দিয়ে আমরা চেষ্টা করছি রিপোর্টিং এর এই প্রক্রিয়াকে আরো উন্মুক্ত করার যাতে যে কোন ব্যক্তি, যার কাছে তথ্য আছে সেই এখানে সেই তথ্য প্রকাশ করতে পারবে।
21আমরা আহ্বান করছি যাদের বন্ধু, আত্মীয় বা সঙ্গী অনলাইনে লেখার কারণে বিপদের মুখে পড়েছেন তারা যেন এই সাইটে তাদের প্রোফাইল তৈরি ও সাম্প্রতিক তথ্য জানায় যাতে যাদের হদিস নাই বা গ্রেপ্তার হয়েছেন তাদের সম্পর্কে আমরা আরো সূত্র খুঁজতে পারি, যাচাই করতে পারি, আর বিভিন্ন অনলাইন প্রচারণার সাথে আপনাদের যুক্ত করতে পারি তাদেরকে মুক্ত করার জন্য।Com o Threatened Voices objetivamos abrir o processo de reportagem ainda mais para cada pessoa que detém a informação. Clamamos àqueles cujos amigos, parentes, colegas, ou compatriotas tenham sido ameaçados para ajudar a criar e atualizar os perfis de desaparecidos ou encarcerados, dessa forma podemos buscar fontes adicionais, verificar a notícia, e linkar a campanhas online dedicadas à libertação dessas pessoas.
22এই প্রক্রিয়াতে, আমরা আশা করছি আরো জানতে যে কোথায়, কিভাবে আর কি পর্যন্ত বিভিন্ন দেশে ব্লগারদের সাথে দুর্ব্যবহার করা হয় যাতে এই তথ্য আমরা সাংবাদিক, গবেষক, আর কর্মীদের সাথে ভাগ করতে পারি। আর আমাদের লক্ষ্য এমন একটা ইন্টারনেট প্রতিষ্ঠার জন্য কাজ করা যেখানে প্রত্যেকে স্বাধীন ভাবে কথা বলার অধিকার পেতে সচেষ্ট, আর যেখানে জেলে থাকা ব্লগারদের ভুলে যাওয়া হয় না।Neste processo, esperamos aprender mais sobre quando, onde e em qual dimensão os blogueiros estão sujeitos a abusos em diferentes países, para compartilharmos essa informação amplamente com jornalistas, pesquisadores e ativistas, e trabalhar na criação de uma Internet onde todos possam exercer seu direito de falar livremente e em que blogueiros aprisionados não são esquecidos.
23এই তথ্য ছড়াতে সাহায্য করুন।Ajudem-nos a espalhar essa ideia.
24থ্রেটেন্ড ভয়েসেস এর সংবাদটি আপনার টুইটার, ব্লগ আর ফেসবুকে ছড়িয়ে দিন!Compartilhe no Twitter, em seu blog ou atualize seu status do Facebook sobre o Threatened Voices!