Sentence alignment for gv-ben-20120226-23063.xml (html) - gv-por-20120606-32125.xml (html)

#benpor
1পুয়ের্টো রিকো: ৩৬৫ টি ছবিPorto Rico: 365 fotografias
2ফটোগ্রাফার জোসে রড্রিগো মাদেরা [স্প্যানিশ ভাষায়] গত দুই বছরে তার “৩৬৫” দিন নামক প্রকল্পের অধীনে প্রতিদিন একটি করে ছবি তুলেছে।O fotógrafo José Rodrigo Madera [es] tirou uma fotografia por dia por dois anos, como parte do projeto “365”.
3রিভিস্তা ক্রুসে [স্প্যানিশ ভাষায়] তার ২০ টি ছবি সবার উপভোগের জন্য প্রকাশ করার আগে পর্যন্ত , তার এইসব ছবি কেবল মাত্র তার বন্ধুদের ফেসবুকের পাতায় দেখা যেত।Suas fotos estavam visíveis apenas para seus amigos no Facebook, até que a Revista Cruce [es] publicou uma seleção de 20 delas para a apreciação geral do público.
4জোসে রড্রিগো মাদেরা নিজের সম্বন্ধে বর্ণনা করছেন এভাবে:José Rodrigo Madera se descreve como:
5… এক পেশাদার ফটোগ্রাফার যে নিজে শিল্প বিষয়ে পড়ালেখা করেনি।… fotógrafo de profissão e que nunca estudou artes.
6ইন্টারআমেরিকানায় গণ যোগাযোগ-এর উপর পড়ালেখা করেছে এবং ছবি তোলার বিষয়টি শিখতে চেয়েছে।Cursou Comunicação na Universidade Interamericana, e quer ensinar fotografia.
7বিবাহে বিশ্বাসী এবং নিজেকে একজন বামপন্থী হিসেবে বিবেচনা করে, তার জীবনের সাথে সম্পৃক্ত পুরুষ এমিল আলেজান্দ্রো এবং তার জীবনের ভালবাসার নারী পেনিলোপ-কে সে তার সকল কাজ উৎসর্গ করেছে।Acredita no matrimônio e se considera de esquerda. Dedica todo o seu trabalho ao homem de sua vida, Emil Alejandro, e à mulher de sua vida, Penelope.
8এখানে তার কিছু নির্বাচিত অসাধারণ ছবির কয়েকটি তুলে ধরা হল। *Veja a seguir uma seleção de suas belas fotos. *
9পিচার: ১. এমন এক ব্যক্তি যে, একটি বা অন্য কোন কারণে কোন বাঁধা মানে না, অথবা নিজের প্রতি তার যে প্রতিশ্রুতি তা সে পালন করে।Pitcher: 1) Indivíduo que por alguma razão ou outra não cumpre com uma obrigação ou compromisso proposto por si mesmo.
10২. যে ব্যাক্তি পাল্টা আহ্বান প্রদান করে না।2) Pessoa que não retorna ligações telefônicas.
11দেখ।Relógio.
12লাল প্যান্ট পড়া শিশুটি।Criança de cueca vermelha.
13সকালের নাস্তা।Café da manhã.
14আগস্তিনো একটি ছবি তোলার জন্য নিজেকে প্রস্তুত করছে।Agostini se prepara para uma foto.
15ভুতুড়ে মেঘ।Nuvem fantasma.
16যন্ত্রণার হাসি।Ri gravemente.
17প্যাঁচানো ।Espiral.
18চোখ।Olho.
19‘আজুল'-এর মা-টি।A mãe de "azul."
20• ফটোগ্রাফার এবং রেভিস্তা ক্রুসের অনুমিত ক্রমে এইসব ছবি পুনরায় প্রকাশ করা হল।*Todas as fotos foram publicadas com permissão do fotógrafo e da Revista Cruce.
21মূল যে ভাষায় প্রকাশ হয়েছে সেখান থেকে ছবির শিরোনাম গুলো গ্রহণ করা হয়েছে (তবে ব্যাতিক্রম কয়েকটির শিরোনাম ইংরেজীতে লেখা হয়েছে)।As legendas foram traduzidas da versão original.