Sentence alignment for gv-ben-20120712-28537.xml (html) - gv-por-20120717-33065.xml (html)

#benpor
1ইজরায়েল: সামরিক বাজেট বনাম সামাজিক ন্যায়বিচারIsrael: Orçamento de Defesa Vs. Justiça Social
2আমাদের এই পোস্ট আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কভারেজ এর অংশ।
3গত বছর ইজরায়েলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা নিয়ে তুমুল আন্দোলন হয়।Este post faz parte de nossa cobertura Relações Internacionais e Segurança. [en]
4সে সময়ে রাষ্ট্রের বাজেটে কোন খাত প্রাধান্য পাবে তা নিয়ে নতুন করে বিতর্ক উঠেছিল।Um dos principais efeitos das manifestações por justiça social em Israel [en] no ano passado foi a renovação do debate sobre as prioridades orçamentárias do Estado.
5সামাজিক ন্যায়বিচার আন্দোলনে (এটি #জে১৪ নামেও পরিচিত) ইজরায়েলের সম্পদ বন্টনে সমতা আনার জোর দাবি জানানো হয়। সেখানে জনগণের কল্যাণ খাতে যেমন, বাড়িভাড়ায় ভর্তুকি, বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবায় বাজেটের বেশি অংশ বরাদ্দ চাওয়া হয়।O movimento por justiça social (também conhecido como #j14) reivindicava uma distribuição mais equitativa das riquezas em Israel, incluindo a destinação duma fatia maior do orçamento para serviços de bem-estar para a população, tais como subsídios para moradia, educação gratuita e melhores serviços médicos, atualmente inferiores a algumas das prioridades orçamentárias [en] - nomeadamente o orçamento de defesa, que só faz aumentar.
6বর্তমান বাজেটে সামরিক খাত প্রাধান্য পেয়েছে। এবং সবসময় এই খাতে বরাদ্দ বাড়ছে।O blogueiro Tomer Israeli [he] explicou a lógica compartilhada entre muitos dos manifestantes do #j14:
7ব্লগার তমার ইজরায়েলি [হিব্রু ভাষায়] অনেক #জে১৪ প্রতিবাদকারীদের সাথে যুক্তির ব্যাখ্যা শেয়ার করেন:
8আমরা যদি সামরিক খাতে বাজেট বাজেট কমাই, তাহলে অন্যান্য খাতে বরাদ্দ বাড়াতে পারবো।Só se realmente diminuirmos esta parte do orçamento [orçamento de defesa] é que seremos capazes de aumentá-lo em outras áreas.
9তা না হলে, আমাদের লেজ গুটিয়ে পালাতে হবে এবং বরাদ্দের পরিমাণও আস্তে আস্তে কমে যাবে।Caso contrário, continuaremos a perseguir o nosso próprio rabo e a puxar um cobertor curto de um lado para o outro.
10বাজেট নিয়ে আমাদের কি কোনো মতামত আছে?Nós temos uma opinião sobre o orçamento?
11আমরা যদি কোনো মতামত না দিই, তাহলে বুঝতে হবে দেশের বাজেটের প্রাধান্য পরিবর্তনে আমরা সঠিক পথে নেই।
12জনগণ যেখানে তাদের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে, প্রতিদিনই ঘাটতি বেড়ে যাচ্ছে, আবার যথাযথ সেবাও পাচ্ছে না সেখানে বর্তমান সরকার তাদের ওপর উচ্চ কর ধার্য করেছে।
13সরকারের উচ্চ কর হারের তীব্র সমালোচনা করে ব্লগার জিভ টার্নার [হিব্রু ভাষায়] বলেন:Porque se não a tivermos significa que não temos uma direção clara nem um caminho para mudar as prioridades do país.
14ইজরায়েলের সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে সামরিক বাজেট। বহু অস্ত্রশস্ত্র আর কমান্ডার নিয়ে একটি সমৃদ্ধ ও গর্বিত সেনাবাহিনী আছে ইজরায়েলের।O blogueiro Ziv Turner [he] criticou o atual governo israelense por cobrar altos impostos da população que luta para ganhar a vida, enquanto aumenta o déficit sem proporciar ao povo serviços adequados.
15কিন্তু এটা আছে কোনো দীর্ঘমেয়াদি চিন্তা ছাড়াই।Ele escreve: O orçamento de defesa é a maior mentira de todas em Israel.
16আমাদের অস্তিত্ব ধ্বংস করতে পারে এমন কোনো শত্রু আমাদের চারপাশে নেই।Um exército rico e inchado, muitas armas e comandantes, mas sem uma perspectiva de longo prazo.
17আমাদের নসরুল্লাহ এবং ইরানের কাতারে ফেলে দেয়া হয়।Não temos inimigos próximos que possam nos aniquilar, que ameacem a nossa existência.
18তবে এজন্য আমাদের এতো সমৃদ্ধ সেনাবাহিনীর দরকার নেই।Estamos entre Nasrallah e o Irã.
19সামরিক বাজেটের কার্টুন।Mas para isso não precisamos dum exército tão inchado.
20এঁকেছেন আমিতাই স্যান্ডি।Caricatura do Orçamento de Defesa, de Amitai Sandy.
21অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Usada com autorização.
22লেখা ডানে থেকে বামে। এ- আপনি, বি-আমাকে, সি- পরবর্তী যুদ্ধ।Texto da direita para a esquerda: A-Você, B-Eu, C-A próxima guerra.
23টিমনা অ্যাক্সেল +৯৭২ ম্যাগাজিনের একটি ব্লগে সামরিক বাজেট এবং প্যালেস্টাইন অঞ্চল দখল ইজরায়েলের সামাজিক বৈষম্যের ওপর কী রকম প্রভাব ফেলছে, তা নিয়ে আলোচনা করেছেন:
24এরপর সেখানে বাজেটে সামাজিক খাতের ব্যয়সমূহ ব্যাপকভাবে কমানো হয়। দ্বিতীয় ইন্তিফাদার সময় এটা ছিল ইজরায়েলি টাকায় ৬৫ বিলিয়ন।Num artigo publicado no blog +972, Timna Axel [en] discutiu a influência do orçamento de defesa e a ocupação dos Territórios Palestinos na desigualdade em Israel:
25একই সময়ে সামরিক বাজেট বৃদ্ধি পেয়েছিল ইজরায়েলি টাকায় ১৫ বিলিয়ন। সন্তান ভাতা, দারিদ্র্যের দোহাই দিয়ে বেকার ভাতা কেটে নেয় সরকার।E então há o corte de gastos sociais no orçamento, que durante a segunda Intifada totalizou 65 bilhões de shekels, enquanto que o orçamento de defesa aumentou para 15 bilhões de shekels.
26একই সঙ্গে সরকারের আয় দিয়ে যুদ্ধের খরচ জোগানো হয়, যা দরিদ্র জনগোষ্ঠীর ওপর তীব্র আঘাত হানে। ১৯৮০ সালেও তারা এটা করেছিল।Cortes nos abonos pagos às famílias e aos desempregados causaram forte aumento na taxa de pobreza e as transferências de renda do governo destinadas a combatê-la tiveram um efeito ainda menor do que aquela conseguida na década de 1980.
27অর্থনীতিবিদ মমি দাহান একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, “অন্যান্য উন্নত দেশের চেয়ে ইজরায়েলের দরিদ্র মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণ গভীরভাবে বিশ্লেষণ করে দেখলে জিডিপির ৭ শতাংশ সামরিক খাতে ব্যয়ের বিষয়টি কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না।O artigo cita o economista Momi Dahan, que escreve que “uma análise profunda dos fatores de base para que Israel tenha mais pobres do que qualquer outro país desenvolvido não pode desprezar o fato de que Israel gasta 7% de seu PIB com defesa, enquanto que a média dos outros países desenvolvidos é de 1,5%.” O blogueiro Yuval Ron [he], por outro lado, enxerga os assentamentos nos Territórios Palestinos ocupados como uma forma de diminuir o orçamento de defesa, e escreve:
28অথচ অন্যান্য উন্নত দেশে এই ব্যয়ের পরিমাণ গড়ে ১. ৫ শতাংশ।”A maior parte do orçamento do Estado vai para a defesa.
29অন্যদিকে ব্লগার ইউভাল রন [হিব্রু ভাষায়] প্যালেস্টাইনের অধিকৃত ভূমি সমস্যার নিষ্পত্তির সাথে সামরিক বাজেট কমার একটি রাস্তা দেখতে পেয়েছেন।
30তিনি লিখেছেন: রাষ্ট্রীয় বাজেটের একটি বড় অংশ সামরিক খাতে বরাদ্দ রয়েছে।O orçamento de defesa é tão grande que atrasa ou impede importantes ações do governo em outras questões.
31সামরিক বাজেট বড়ো হওয়ায় সরকার প্রয়োজনীয় ইস্যুগুলোতে সিদ্ধান্ত নিতে পারছেন না, অথবা সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলছেন।
32সেনাবাহিনী একাই সীমান্ত পাহারা দিয়ে আসছে।
33কোনো ধরনের মিমাংসা ছাড়া সেখানে থাকা সেনাবাহিনীর ওপর একটা বোঝাস্বরূপ। এটা মানবসম্পদ এবং টাকা উভয় অর্থেই।A defesa das fronteiras somente pelo exército, sem os assentamentos, seria um fardo muito pesado para ele, tanto em termos de mão de obra como em dinheiro.
34সীমানা বিরোধ মিটলে সেখানে সেনাবাহিনীর কার্যক্রম অনেক সহজ হয়ে যাবে। এতে করে রাষ্ট্রের মানবসম্পদ এবং টাকাপয়সা বাঁচবে।A existência de assentamentos ao longo da fronteira facilita o desempenho do exército em suas ações defensivas e economiza mão de obra do Estado e significante soma de dinheiro.