Sentence alignment for gv-ben-20120817-30111.xml (html) - gv-por-20120825-47451.xml (html)

#benpor
1মৌরিতানিয়াঃ রাষ্ট্রপতিকে ব্যঙ্গ করার জন্য টুইটারের ব্যবহারMauritânia: Twitter é usado para zombar do presidente
2৬ আগস্ট তারিখে মৌরিতানিয়ার রাষ্ট্রপতি জেনারেল মোহাম্মদ ওউলদ আব্দুল আজিজ জাতীয় টেলিভিশনের একটি অনুষ্ঠানে দৃশ্যমান হন [আরবী ভাষায়]।[Todos os links levam a páginas em inglês, exceto quando indicado o contrário] Em 6 de agosto de 2012, o general Mohamed Ould Abdel Aziz, presidente da Mauritânia, apareceu [ar] em rede nacional de televisão.
3যখন তার এই অনুষ্ঠান চলছিল তখন পুলিশ একজন সাংবাদিককে অপমান করে [আরবী ভাষায়] , কারণ যে সমস্ত অতিথি এই জেনারেলকে ক্ষমতা ত্যাগ করার জন্য বলছিল, তাদের গ্রেফতার করার [আরবী ভাষায়] এবং তাদের প্রতি আক্রমণাত্মক আচরণ করার সময় এই সাংবাদিক সে সংবাদ ধারণ করছিল।No estúdio da emissora, durante o pronunciamento na TV, policiais atacaram [ar] um jornalista que fazia a cobertura da detenção [ar] e da agressão de uma pessoa na plateia, que clamou pela saída do general do poder.
4মৌরিতানিয়ার টুইটার ব্যবহারকারীরা রিয়েল টাইমে এই ঘটনা অনুসরণ করেছে এবং #مسرحية _الجنرال [আরবী ভাষায়] (জেনারেলের খেলা) নামক হ্যাশট্যাগের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।[Durante o programa, uma pessoa telefonou ao vivo, acusando o general de dizer mentiras.] Tuiteiros mauritanos acompanharam o ocorrido em tempo real e reagiram com a hashtag #مسرحية _الجنرال [ar] (O Teatro do General).
5“জনতার মুখোমুখি” নামক এক দীর্ঘ টিভি অনুষ্ঠান চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে, যে অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শন করা হচ্ছিল।Tudo aconteceu durante um longo programa de TV transmitido ao vivo, chamado “Encontro com o Povo”.
6টেলিভিশনে [রাষ্ট্রপতির] এই উপস্থিতি ঘটনাক্রমে ২০০৮ সালের অভ্যুত্থানের বার্ষিকীর সাথে মিলে গেছে, যে অভ্যুত্থানের মাধ্যমে সিদি ওউলদ চেইকি আবদুল্লাহিকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়, যিনি ছিল মৌরিতানিয়ার প্রথম বেসামরিক এবং নির্বাচিত রাষ্ট্রপতি।A aparição televisiva do presidente coincidiu com o aniversário do golpe de estado de 2008, que culminou na deposição de Sidi Ould Cheikh Abdallahi, o primeiro presidente civil eleito no país.
7অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিরোধী দলকে অপমান করেছেন এবং অভিযোগ এনেছেন যে তারা বিদেশী দলসমুহের কাজে সাহায্য করছে।O presidente estava a insultar a oposição, a qual acusa de servir a interesses estrangeiros.
8একই সাথে তার প্রতি বিরোধী দলের ক্ষমতা ত্যাগের আহ্বানকে বিচিত্র এক দাবী বলে উড়িয়ে দিয়েছেন।Ele ridicularizou também a demanda da oposição pela saída de seu regime.
9জেনারেলের টেলিভিশনে এই উপস্থিতির বিরুদ্ধে দি ইয়োথ মুভমেন্ট অফ মৌরিতানিয়া [আরবী ভাষায়] বেশ কয়েকটি প্রতিবাদের আয়োজন করে এবং তাকে ক্ষমতা ত্যাগের আহবান জানায়।
10টিভি অনুষ্ঠানে রাষ্ট্রপতির দাস বিরোধী ঘোষণাপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করার এ. আই.O Movimento da Juventude Mauritana [ar] organizou diversos protestos contra a aparição televisiva do general e conclamou a queda de seu regime.
11আর. এ-এর (এ্যাবোলোশনিস্ট মুভমেন্টে অফ মৌরিতানিয়া) বেশ কয়েকজন একটিভিস্ট বিচার মন্ত্রণালয়ের ভবন এবং তথ্য মন্ত্রণালয়ের ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করে।Dezenas de ativistas do I.R.A. [Movimento Abolicionista da Mauritânia] realizaram um protesto [ar], em frente ao prédio do Ministério da Justiça e da sede da Rádio Mauritana, contra as declarações do presidente a respeito da escravidão durante o programa de TV.
12তার মনে করে রাষ্ট্রপতির বিবৃতি জনতার সামনে দাস প্রথার অস্তিত্বকে অস্বীকার করার সামিল, বিশেষ করে যখন তিনি বেসরকারী দাস মালিকদের পক্ষে অবস্থান নিচ্ছেন।Eles consideram que sua fala negou publicamente a existência de escravidão, embora, na vida privada, coloque-se junto aos proprietários de escravos.
13মৌরিতানিয়ার রাষ্ট্রপতি, ছবি প্রকাশ করেছে আলকাচিভ ব্লগPresidente mauritano, em foto publicada por alkachiv blog.
14একটিভিস্ট আবদেল ফেতাহ হাবিব রাষ্ট্রপতির কম শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নিয়ে উপহাস করছেন:O ativista Abdel Fetah Habib zombou do baixo nível de educação do presidente:
15@আফেথ: রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা নিয়ে কোন কথা বলেননি, যেন তিনি কেবল কারিগরী প্রশিক্ষণের বিষয়টি উপলব্ধি করেন।@afetah Ele não falou sobre construir universidades, pois ele só compreende treinamento vocacional.
16আর এই পর্যন্তই তার দৌড়।Esse é o nível de formação dele.
17#مسرحية _الجنرال#مسرحية _الجنرال
18একটিভিস্ট বাবা ওউলদ ডিভে একই আবেগের প্রতিধ্বনি করেছেন।O ativista Baba Ould Deye deu vazão a sentimentos similares.
19এমনকি সর্বনিম্ন পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা অর্জনে জেনারেলের ব্যর্থতার বিষয় নিয়ে তিনি টুইট করেছেন:Ele tuitou sobre o fracasso do general em obter até mesmo os menores níveis de qualificação educacional:
20@বাবাদিয়ে:বিশ্ব আজ রাতে কিউরিসিটির মঙ্গলে অবতরণের উপর চোখ রাখবে,আর আমরা সেই জেনারেলের খেলা অবলোকন করছি, যার এমনকি হাই স্কুলের সনদ নেই।@babadeye: Nesta noite, o mundo acompanha a chegada do robô explorador Curiosity em Marte, e nós estamos aqui a assistir ao teatro de um general que não tem o ensino médio
21লেখক এবং ব্লগার আবু আব্বাস ব্রাহাম জেনারেলের ইতিহাস উল্লেখ করেছেন:O escritor e blogueiro Abu Abbass Braham mencionou um elemento da história do general:
22@আব্বাসব্রাহাম: এই বুদ্ধিমান মানুষটি এখনো প্রাক্তন শাসকের প্রতি বিশ্বস্ত বিরোধী দলের প্রতি অভিযোগ করছেন, যদিও ২০ বছর ধরে তিনি এর অভিভাবক ছিলেন।@abbassbraham O inteligente homem continua a acusar a oposição de lealdade ao regime anterior, mas foi ele quem foi seu guardião por 20 anos.
23রাষ্ট্রপতির মিথ্যা বক্তব্যের বিষয়ে সিদি এত্তেইব ওউলদ মুজতবা মন্তব্য করেছেন:Sidi Ettaieb Ould Mojteba comentou as mentiras do presidente:
24@মুজতবা: মৌরিতানিয়া যে কোন ধরনের দমনের কথা যারা বলে, জেনারেল তাদের চ্যালেঞ্জ করেছেন।@mojteba: O general desafia qualquer um a dizer que haja opressão na Mauritânia.
25মনে হচ্ছে তিনি ঠাণ্ডা মাথায় করা মাচদৌফি হত্যাকাণ্ডের ঘটনা ভুলে গেছেন।Parece que ele esqueceu o caso de Machdhoufi, assassinado a sangue frio.
26আল আরাবিয়ার সংবাদদাতা খালিল ওউলদ জোদুদ একই বিষয়ে মন্তব্য করেছেন:Khalil Ould Jdoud, correspondente do canal de notícias Al-Arabiya, dedicou-se ao mesmo assunto:
27@কেহাইদুদ: অসহায় মুসাইলিমাহ [‘মুসাইলিমাহ' নিজেকে নবী দাবী করেছিল, যে “মিথ্যুক” হিসেবে পরিচিত], এখন আমরা এমন একজনকে পেয়েছি যে তার চেয়ে বেশী মিথ্যা কথা বলে।@KHjdoud : Pobre Musaylimah [conhecido como “o mentiroso”, pois se dizia profeta]… Agora temos alguém que mente mais que ele.
28এই জ্ঞানী ব্যক্তিটি আর্ন্তজাতিক জ্ঞানকোষে অর্ন্তভুক্ত হবার দাবী রাখে এবং তাকে আরব বিশ্বের আদর্শ হিসেবে বিবেচনা করা যেতে পারে।O sábio líder merece ser incluído em enciclopédias internacionais, sendo considerado um modelo a ser seguido pelos árabes.
29আহমেদ ওউলদ এননাহুয়ি, উক্ত টিভি অনুষ্ঠানে ফোন করা এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে জেনারেলকে মিথ্যাবাদী হিসেবে অভিযুক্ত করে:Ahmed Ould Ennahoui mencionou a pessoa que ligou durante o programa, acusando o general de mentir:
30@এনআহমেদু: অনুষ্ঠানে ফোন করা বিস্ময়কর এক ব্যক্তি, যে জেনারেলকে মিথ্যুক হিসেবে অভিযুক্ত করে।@nahmedou Que pessoa maravilhosa! Ele acusou o general de ter mentido
31মেজদি আহমাদ, জেনারেলের এই টেলিভিশন অনুষ্ঠানের প্রতি তার আগ্রহ না থাকার বিষয়টি তুলে ধরেছেন:Mejdi Ahmad expressou sua falta de interesse para com a aparição do general na TV:
32@মেজদিএমআর:আমি টিভিতে জেনারেলের এই খেলা দেখনি এবং আমি এর পুনঃ প্রচারের জন্য অপেক্ষা করছি না।@mejdmr: Eu não assisti ao teatro do general e não estou à procura de reprise
33টিভি স্টুডিওর সামনে যে সব তরুণ গ্রেফতার হয়েছে, মোহাম্মদ আব্দু তারা ভাগ্য কি ঘটেছে সে বিষয়ে অনুসন্ধান করছেন:Mohammed Abdou indagou sobre o destino do jovem detido no estúdio de TV:
34@মেদাআব্দু: জেনারেলের এই খেলা চলার সময় যে সমস্ত তরুণ গ্রেফতার হয়েছে তাদের ব্যাপারে কোন নতুন সংবাদ আছে কি?@medabdou Alguém tem notícias sobre aqueles que foram detidos durante o teatro do general?
35তাদের কি ছেড়ে দেওয়া হয়েছে?Eles foram liberados?
36একটিভিস্ট বাব ওউলদ হোরমা টিভির উপস্থাপককে নিয়ে মজা করেছেন, যার মাধ্যমে তাকে খোঁচা দিয়েছেন:O ativista Bab Ould Hourma zombou do apresentador do programa de TV:
37@বিহোরমা ওহে মেনতা এলি [অনুষ্ঠানের উপস্থাপক] ঐতিহাসিক মুহূর্তটি এখনো আসেনি… যখন তা আসবে তখন আপনি হালা মিসরাতির মত দৌড়ে পালাবেন।@bHourma Oh Ment Elli (apresentador de TV), o momento histórico ainda não chegou… quando chegar, você vai correr em fuga como Hala Misrati [jornalista líbia considerada “porta-voz” do regime de Gadaffi]
38সাংবাদিক ইয়াকোব ওউলদ মোহাম্মদ সালেমও টিভির উপস্থাপকের মিথ্যার বিষয়ে মন্তব্য করেছেন:O jornalista Yacoub Ould Mohamed Salem também teceu comentários sobre as mentiras do apresentador de TV:
39@ইয়াকোববিএইচডিকেউ একজন অনুষ্ঠানে টেলিফোন করেছিলেন, সে রাষ্ট্রপতির সমালোচনা করতে শুরু করে এবং তার লাইন কেটে দেওয়া হয়।@YacoubBHD Alguém telefonou [durante o programa]… e começou a fazer críticas [ao presidente]. A comunicação foi cortada.
40উপস্থাপক-এর জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন যে উক্ত ব্যক্তি নিজে তার ফোন লাইন কেটে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে।O apresentador de TV desculpou-se e disse que a pessoa que ligava escolheu terminar o telefonema.