# | ben | por |
---|
1 | ইরান: জেলে থাকা ছাত্রকে সমর্থন করতে পুরুষরা হিজাবে ঢেকেছে মুখ | Irã: Homens vestem hijab em apoio a estudante preso |
2 | শত শত ইরানী পুরুষ হিজাবে ঢাকা মহিলা হিসেবে সেজেছেন মাজিদ তাভাকোলির সমর্থনে। এই বিপ্লবী ছাত্রকে গত ৭ই ডিসেম্বর গ্রেপ্তার করা হয় নারীদের প্রতি একাত্মতা প্রকাশের জন্য। | Centenas de homens iranianos estão se vestindo de mulher e usando o Hijab - véu mulçumano feminino - em apoio a Majid Tavakoli, ativista e estudante preso em 7 de dezembro. |
3 | ইরানী কর্তৃপক্ষ দাবি করেন যে তেহরানে ছাত্র দিবসে ভাষণ দেয়ার পরে জনাব তাভাকোলি নারীদের মতো সেজে ছিলেন পালানোর জন্য। | As autoridades alegam que Tavakoli se vestiu de mulher para escapar depois de ter feito um discurso em Teerã no Dia do Estudante. |
4 | তবে মানবাধিকার কর্মীরা ইরান থেকে চাক্ষুষ সাক্ষীর উপরে ভিত্তি করে একটি রিপোর্ট প্রকাশ করেছেন: “রাষ্ট্র মিডিয়া কর্তৃক প্রকাশিত সকল ছবি নকল আর ইরানে ছাত্র আর নাগরিক কর্মীদের প্রতি পরিষ্কার অনৈতিক পদ্ধতির ব্যবহার।” | No entanto, ativistas dos direitos humanos também publicaram um relato de uma pessoa que testemunhou o ocorrido, segundo a qual: “Todas as fotos publicadas pela imprensa nacional são falsas e claramente um recurso imoral contra estudantes e ativistas das liberdades civis no Irã”. |
5 | শত শত ইরানী পুরুষ এখন তাদের ফেসবুক প্রোফাইলে নারীদের মতো পোশাক পরা। | Centenas de homens iranianos aparecem vestidos de mulheres em seus perfis no FaceBook. |
6 | এখানে মাজিদের সমর্থনে একটি ইউটিউব ভিডিও দেখা যাবে যেখানে কিছু এই ধরনের ছবি সংগ্রহ করা হয়েছে ( ৪২ সেকেন্ড পরে শুরু হয়)। | Veja abaixo um video no YouTube em apoio a Majid que mostra algumas dessas fotos (a partir do 42º segundo). |