Sentence alignment for gv-ben-20100630-11504.xml (html) - gv-por-20100629-9650.xml (html)

#benpor
1ফিলিপাইন্স: মাইকেল জ্যাকসনের জন্যে নৃত্যরত কয়েদিদের ভালবাসা প্রদর্শনFilipinas: Prisioneiros Dançam em Tributo a Michael Jackson
2তারা আবার এটি করেছে।E eles fizeram novamente.
3গত ২৭শে জুন সেবুর সাজাপ্রাপ্ত কয়েদিরা জনপ্রিয় সঙ্গীত তারকা মরহুম মাইকেল জ্যাকসনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি নৃত্য পরিবেশনা করে।Em 27 de junho, os prisioneiros de Cebu dançaram uma das músicas de Michael Jackson em uma performance em tributo pelo um ano de morte do famoso ícone da música [en].
4২০০৭ সালে ফিলিপাইন্সের সেবু দ্বীপের এই দুর্ভেদ্য কারাগারের এক হাজারেরও বেশী কয়েদী মাইকেল জ্যাকসনের থ্রিলার গানটি পরিবেশন করার পর তার ভিডিও ইন্টারনেটে তুলে দিলে তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।Em 2007, mais de mil internos de um presídio de segurança máxima em Cebu, província da ilha central das Filipinas, se tornaram mundialmente conhecidos depois que as autoridades postaram na Internet um vídeo com os prisioneiros dançando “Thriller”, de Michael Jackson.
5ইউটিউবে কয়েদিদের এই মিউজিক ভিডিওটি এখন পর্যন্ত চার কোটি বিশ লাখ বার দেখা হয়েছে - যা এ যাবৎকালের সবচেয়ে বেশী দেখা ভিডিওর অন্যতম।Com mais de 42 milhões de acessos no YouTube, o vídeo dos prisioneiros de Cebu se tornou um dos mais assistidos na Internet.
6লিন্ডসেইজ এডভেন্চার ইন ফিলিপাইন্স ব্লগের এই নৃত্যরত কয়েদিদের দেখে অন্যরকম মনে হয়েছে:Lindsay's Adventure in the Philippines [Aventuras de Lindsay nas Filipinas] achou estranho a imagem de prisioneiros dançando:
7গত কয়েকবছর ধরে তারা এই নৃত্যানুষ্ঠানগুলো তাদের পুনর্বাসনের একটি অংশ, ভাল কিছু করার নিদর্শন হিসেবে পালন করে আসছিল। সত্যিই অন্যরকম লাগছিল।Nos últimos anos, eles têm usado este programa de dança como parte da reabilitação, como uma espécie de reforço positivo para os internos.
8এই হাজারেরও বেশী কয়েদিদের কমলা প্যান্ট পরে নৃত্য প্রদর্শন দেখতে সত্যিই অদ্ভুত লেগেছিল।Foi bastante estranho assistir mil internos com calças laranjas fazerem uma dança coreografada.
9তাদের মধ্যে একদল আবার বাকী সবার মধ্যে থেকে বেশি পারদর্শী তাই তারা সবার মাঝখানে থেকে তাদের পরিবেশনা দেখিয়েছে।Tinha até um grupo de dançarinos especialista que era melhor que o resto do grupo que ficava no meio dos outros prisioneiros.
10দ্যা ফাউন্টেইন ঈল্ড এই নৃত্য পরিবেশনাকে কয়েদিদের জন্যে একটি থেরাপী বলে অভিহিত করেছেন।The Fountain Yield [Rendimento da Fonte] viu as performances como uma forma de terapia para os prisioneiros:
11আমাদের সবারই ভাল হওয়া দরকার, সবারই দরকার দ্বিতীয় একটি সুযোগ।Todos precisamos de cura, todos têm o direito de ter uma segunda chance.
12আমাদের সেরে ওঠার ভাল উপায় হচ্ছে শৈল্পিক পরিবেশনা।A melhor forma de nos curarmos é através de qualquer tipo de arte.
13শিল্প আত্মাকে স্বাধীনভাবে মেলে ধরতে সাহায্য করে।A arte libera o espírito para se expressar por conta própria.
14এই লোকেরা তাদের জীবনে হয়ত কোন ঝামেলায় পরেছিল বা স্খলন হয়েছিল যার জন্যে কারাগারে ঠাঁই হয়েছে তাদের।Essas pessoas obviamente sofreram de algum tipo de bloqueio em suas vidas, por isso acabaram em uma prisão.
15তাদের জন্য নৃত্য হচ্ছে পরিবর্তনের আভাস।Dançar é a forma de libertação deles.
16এছাড়াও এটি তাদের নৈতিকতাকে চাঙ্গা করতে পারে।Além do fato de aumentar a moral deles.
17যখন তারা জেল থেকে বের হবে এই শৈল্পিক পরিবেশনা তাদের অনুপ্রেরণা দিতে পারবে।Isto pode trazer mais otimismo para quanto saírem da prisão.
18এর মধ্যে, হেল্লাগুড এড উইজ ওয়েবলগ কয়েদিদের পুনর্বাসনে সঙ্গীতের ভূমিকা নিয়ে কথা বলেছে।Entretanto, Hellagood Ed's Wee Weblog questiona o papel da música na reabilitação de prisioneiros:
19কয়েদিদের বিপ্লব ঠেকানো বা তাদের প্রতিটি পদক্ষেপের নিয়ন্ত্রণের চেষ্টা হিসেবে এইসব প্রচেষ্টা মানবাধিকারের দিক দিয়ে কতটা যুক্তিযুক্ত?Estão os direitos humanos sendo ignorados por causa de uma tentativa equivocada de impedir a rebelião dos prisioneiros e, ao invés de se tornar uma ação de tentar controlar os infratores, ter se tornado um golpe de publicidade?
20যদি কয়েদিদের সাজার রকমভেদ উপেক্ষা করে সবাইকে একসাথে একই রুটিনে এরকম কাজে নিয়োজিত করা হয় তাহলে খুনী থেকে সাধারণ চোরের সাজার মধ্যে তফাৎ থাকল কই? যদি কয়েদিদের নৃত্য পরিবেশনায় বাধ্য করা হয় তাহলে তাদের পুনর্বাসনের আকাঙ্খাটি কতটি যুক্তিযুক্ত?Se o castigo é servir por conta de seu crime, é difícil saber como todos esses prisioneiros se enquadram nestas rotinas, uma vez que seus crimes variam de assassinato à furtos… Se os prisioneiros são forçados a esquetes de dança, o quanto estão realmente se beneficiando com a reabilitação?
21গত বছর মাইকেল জ্যাকসন মারা যাবার মাত্র দু'দিন আগে এই একই দল আরেকটি নৃত্য পরিবেশন করে।No ano passado, este mesmo grupo de prisioneiros fez uma performance em tributo a Michael Jackson dois dias depois de sua morte.
22সেই ভিডিওটির সরকারী সংস্করণ এখনও অনলাইনে তুলে দেয়া হয় নি।A gravação oficial desta performance ainda será colocada online.
23তবে এর একটি ব্যক্তিগত চিত্রায়ন নীচে দেখা যাবে।Aqui está um vídeo não-oficial da performance deste ano: