Sentence alignment for gv-ben-20140305-42087.xml (html) - gv-por-20140218-50475.xml (html)

#benpor
1ভেনেজুয়েলাঃ প্রতিবাদ কর্মসূচীর কারণে বন্ধ করে দেওয়া হয়েছে টুইটারে ছবির অপশনVenezuela: fotos bloqueadas no Twitter enquanto os protestos continuam
2সারাদেশ জুড়ে গত দুই দিনের তীব্র প্রতিবাদের পর, গতকাল ভেনেজুয়েলার ইন্টারনেটবাসীরা কিছু নির্দিষ্ট সংখ্যক ওয়েবসাইটে ঢুকতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বলে রিপোর্ট করেছেন।
3বেশ কিছু ওয়েবসাইট বন্ধ করে দেয়ার রিপোর্ট এসেছে।Todas as ligações apontam para sítios em inglês, excepto quando assinalado.
4টুইটার ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ছবি এবং ভিডিও অপশনে ঢুকতে পারছেন না।No dia 14 de Fevereiro, depois de dois dias de intensos protestos por todo o país, internautas venezuelanos relataram diversos problemas no acesso a algumas páginas da Internet.
5প্রতিবাদকারীদের মাঝে যোগাযোগ রাখার প্রধান উপায়ই হচ্ছে ছবি এবং ভিডিও। ভেনেজুয়েলার সাংবাদিক গ্যাব্রিয়েল বাসতিদাস টুইট করেছেনঃFoi reportado que várias páginas estavam bloqueadas e os utilizadores do Twitter não conseguiam aceder a imagens e vídeos na rede social que tem sido essencial para a comunicação entre os manifestantes.
6সময় রাত ১০:০৮ মিনিট [কাছাকাছি]।Gabriel Bastidas, jornalista venezuelano, disse no Twitter:
7তারা হয়তোবা ভেনেজুয়েলাতে টুইটার মাল্টিমিডিয়া প্রোটোকল বন্ধ করে দিয়েছে।10:08 pm, poderão estar bloqueados na Venezuela os protolocos de multimédia do Twitter.
8ব্যবহারকারীরা জানিয়েছেন যে তারা ছবি দেখতে পাচ্ছেন না।Utilizadores relatam que não conseguem ver fotos.
9সাংবাদিক জেসাস টরিভিলা বলেছেনঃO jornalista Jesús Torrivilla disse:
10টুইটারে ঢোকার অসুবিধা দূর করতে আমার ওয়েবক্লায়েন্ট আছে।Eu tenho o cliente web do Twitter bloqueado.
11আমি এবিএ ব্যবহার করি।Uso ABA.
12কিন্তু আমি টর ব্যবহার করে ইন্টারনেটে ঢুকতে পারি না।Mas consegui aceder a partir do Tor.
13সাংবাদিক লরা সলরজানো রিপোর্ট করেছেনঃA jornalista Laura Solórzano relatou:
14টুইটার প্রোটোকল বন্ধ করে দেয়ার কারনে টুইটারে ছবি নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে। সরকার এটি বন্ধ করে দিয়েছে।O problema com as fotos no Twitter deve-se a um bloqueio dos protocolos de #media do Twitter.
15যাদের সিএএনটিভি সংযোগ আছে, শুধুমাত্র তারাই টুইটারে ছবি নিয়ে সমস্যার ভুক্তভোগী।
16ইন্টার এবং স্যাটেলিটাল স্বাভাবিক আছে।Está a ser feito pelo governo.
17অন্যান্য ব্যবহারকারিরা ট্রেসারআউটসের মাধ্যমে টুইটার ইমেজ সার্ভার খুঁজে পেয়েছেন।O problema com as imagens do Twitter está a acontecer apenas às pessoas com ligação CANTV.
18তারা রিপোর্ট করেছেন যে সিএএনটিভি সংযোগটিকে অবরুদ্ধ করে রেখেছে।
19সিএএনটিভি হচ্ছে সরকারি মালিকানাধীন আইএসপি।Inter e satélite estão normais.
20এই সংস্থাটি দেশের অন্যান্য টেলিকমিউনিকেশন সেবা প্রদানকারীদের উপর অনেকটা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে থাকে। নেটওয়ার্ক অবকাঠামো সেবা প্রদানকারী একজন বিশেষজ্ঞ উপদেষ্টা লরিস সান্টামারিয়া টুইট করেছেনঃOutros utilizadores fizeram traceroute ao servidor de imagens do Twitter e reportaram que a ligação estava interrompida pela CANTV, o fornecedor de serviços de Internet (ISP) detido pelo Estado que mantém praticamente um monopólio sobre os outros fornecedores de serviços de telecomunicações do país.
21হ্যা, আমার ট্রেসারআউট আছে। সিএএনটিভি আমাদেরকে অবরোধ করে রেখেছে।Loris Santamaría, consultor de serviços de infraestruturas de rede, tuitou:
22অন্যান্য ব্যবহারকারীরা সারাদিন ধরে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন ইস্যু সম্পর্কে তথ্য পেয়েছেন।Bem, tenho o traceroute, quem nos está a bloquear é a Cantv
23নাকি সতো নামের একজন ভেনেজুয়েলান ব্লগার এবং সক্রিয় কর্মী সে দেশের জাতীয় সংবাদপত্র এল ন্যাসিওনালের ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হচ্ছে বলে রিপোর্ট করেছেন। তিনি কম্পিউটার স্ক্রিন থেকে তোলা ছবির লিঙ্ক দিয়েছেনঃOutros utilizadores foram tendo dificuldades de acesso a diferentes sítios web ao longo do dia. Naky Soto, blogueira e activista venezuelana, reportou problemas em aceder à página do jornal El Nacional e juntou uma imagem de captura de ecrã:
24এল ন্যাশনাল থেকে পাওয়া লিংকটিতে অনেকেই এই ত্রুটি পাচ্ছেন।Para muita gente as ligações do El Nacional dão este erro:
25ভেনেজুয়েলান টেলিকমিউনিকেশন কমিশন, কোনাটেলের প্রেসিডেন্ট উইলিয়াম ক্যাসটিলো ঘোষণা দিয়েছেন যে প্রতিবাদ কর্মসূচীর খবর সংগ্রহ করার ফলশ্রুতিতে রেডিও, টেলিভিশন এবং ইলেক্ট্রনিক প্রচার মাধ্যমগুলো হয়তো বা তাদের সামাজিক দায়িত্ব সম্পর্কিত আইনের লঙ্ঘন করতে যাচ্ছে।Na quinta-feira, 11 de Fevereiro, William Castillo, presidente da Comissão Nacional de Telecomunicações da Venezuela, CONATEL, declarou que a cobertura mediática dos protestos poderia resultar na violação da Lei de Responsabilidade Social na Rádio, Televisão e Meios Electrónicos.
26ভেনেজুয়েলান সরকার বিভিন্ন কারনে কয়েক বছর ধরে বিভিন্ন ওয়েবসাইট বন্ধ করে আসছে। বেসরকারিভাবে বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণ নিয়ে ওয়েবসাইটগুলো রিপোর্ট করায় প্রেসিডেন্ট মাদুরে যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন, তখন অর্থাৎ গত নভেম্বর মাসে এমনি এক অবরোধের ঢেউ আছড়ে পড়ে।O governo venezuelano tem vindo a bloquear sítios web por diferentes razões há vários anos e no passado mês de Novembro rebentou uma onda de bloqueios, quando o Presidente Maduro anunciou medidas contra sítios web que informavam sobre o preço oficial de divisas estrangeiras.
27গত শনিবারে ক্যাস্টিলো ঘোষণা করেছেন যে শুধুমাত্র এই কারনেই সরকার এখন পর্যন্ত ৩৮৪ টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছেঃNo dia 8 de Fevereiro, Castillo declarou que o governo havia bloqueado até 384 páginas por esse motivo:
28অবৈধ ডলার সম্পর্কে ভুল তথ্য প্রদানকারী ৩৮৪ টি ওয়েবসাইট ইউআরএল বন্ধ করে দিতে কোনাটেল ভেনেজুয়েলান আইএসপি পেয়েছে।CONATEL conseguiu que os operadores de Internet na Venezuela bloqueassem 384 endereços de páginas web que distribuem desinformação sobre o dólar ilegal.
29অন্যান্য ওয়েবসাইট যেমন পাসটেবিন ডট কম, ফেসবুক এবং টুইটারেও শুক্রবারে প্রবেশ করতে বিভিন্ন সমস্যা হওয়ার বিচ্ছিন্ন খবরাখবর আসছে।Na sexta-feira continuaram os relatos isolados de problemas de acesso a outros sítios web, como Pastebin.com, Facebook e o próprio Twitter.
30টুইটারে ছবির অপশন বন্ধের সাথে সিএএনটিভির সম্পৃক্ততা স্পষ্টভাবে অস্বীকার করে শুক্রবার বিকেলে সংস্থাটি একটি বিবৃতি প্রকাশ করেছে।Nessa tarde, a CANTV emitiu um comunicado [es] desmentindo categoricamente qualquer relação com o bloqueio de imagens no Twitter.