# | ben | por |
---|
1 | ইজরায়েল: সামরিক বাজেট বনাম সামাজিক ন্যায়বিচার | Israel: Orçamento de Defesa Vs. Justiça Social |
2 | আমাদের এই পোস্ট আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কভারেজ এর অংশ। | |
3 | গত বছর ইজরায়েলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা নিয়ে তুমুল আন্দোলন হয়। | Este post faz parte de nossa cobertura Relações Internacionais e Segurança. [en] |
4 | সে সময়ে রাষ্ট্রের বাজেটে কোন খাত প্রাধান্য পাবে তা নিয়ে নতুন করে বিতর্ক উঠেছিল। | Um dos principais efeitos das manifestações por justiça social em Israel [en] no ano passado foi a renovação do debate sobre as prioridades orçamentárias do Estado. |
5 | সামাজিক ন্যায়বিচার আন্দোলনে (এটি #জে১৪ নামেও পরিচিত) ইজরায়েলের সম্পদ বন্টনে সমতা আনার জোর দাবি জানানো হয়। সেখানে জনগণের কল্যাণ খাতে যেমন, বাড়িভাড়ায় ভর্তুকি, বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবায় বাজেটের বেশি অংশ বরাদ্দ চাওয়া হয়। | O movimento por justiça social (também conhecido como #j14) reivindicava uma distribuição mais equitativa das riquezas em Israel, incluindo a destinação duma fatia maior do orçamento para serviços de bem-estar para a população, tais como subsídios para moradia, educação gratuita e melhores serviços médicos, atualmente inferiores a algumas das prioridades orçamentárias [en] - nomeadamente o orçamento de defesa, que só faz aumentar. |
6 | বর্তমান বাজেটে সামরিক খাত প্রাধান্য পেয়েছে। এবং সবসময় এই খাতে বরাদ্দ বাড়ছে। | O blogueiro Tomer Israeli [he] explicou a lógica compartilhada entre muitos dos manifestantes do #j14: |
7 | ব্লগার তমার ইজরায়েলি [হিব্রু ভাষায়] অনেক #জে১৪ প্রতিবাদকারীদের সাথে যুক্তির ব্যাখ্যা শেয়ার করেন: | |
8 | আমরা যদি সামরিক খাতে বাজেট বাজেট কমাই, তাহলে অন্যান্য খাতে বরাদ্দ বাড়াতে পারবো। | Só se realmente diminuirmos esta parte do orçamento [orçamento de defesa] é que seremos capazes de aumentá-lo em outras áreas. |
9 | তা না হলে, আমাদের লেজ গুটিয়ে পালাতে হবে এবং বরাদ্দের পরিমাণও আস্তে আস্তে কমে যাবে। | Caso contrário, continuaremos a perseguir o nosso próprio rabo e a puxar um cobertor curto de um lado para o outro. |
10 | বাজেট নিয়ে আমাদের কি কোনো মতামত আছে? | Nós temos uma opinião sobre o orçamento? |
11 | আমরা যদি কোনো মতামত না দিই, তাহলে বুঝতে হবে দেশের বাজেটের প্রাধান্য পরিবর্তনে আমরা সঠিক পথে নেই। | |
12 | জনগণ যেখানে তাদের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে, প্রতিদিনই ঘাটতি বেড়ে যাচ্ছে, আবার যথাযথ সেবাও পাচ্ছে না সেখানে বর্তমান সরকার তাদের ওপর উচ্চ কর ধার্য করেছে। | |
13 | সরকারের উচ্চ কর হারের তীব্র সমালোচনা করে ব্লগার জিভ টার্নার [হিব্রু ভাষায়] বলেন: | Porque se não a tivermos significa que não temos uma direção clara nem um caminho para mudar as prioridades do país. |
14 | ইজরায়েলের সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে সামরিক বাজেট। বহু অস্ত্রশস্ত্র আর কমান্ডার নিয়ে একটি সমৃদ্ধ ও গর্বিত সেনাবাহিনী আছে ইজরায়েলের। | O blogueiro Ziv Turner [he] criticou o atual governo israelense por cobrar altos impostos da população que luta para ganhar a vida, enquanto aumenta o déficit sem proporciar ao povo serviços adequados. |
15 | কিন্তু এটা আছে কোনো দীর্ঘমেয়াদি চিন্তা ছাড়াই। | Ele escreve: O orçamento de defesa é a maior mentira de todas em Israel. |
16 | আমাদের অস্তিত্ব ধ্বংস করতে পারে এমন কোনো শত্রু আমাদের চারপাশে নেই। | Um exército rico e inchado, muitas armas e comandantes, mas sem uma perspectiva de longo prazo. |
17 | আমাদের নসরুল্লাহ এবং ইরানের কাতারে ফেলে দেয়া হয়। | Não temos inimigos próximos que possam nos aniquilar, que ameacem a nossa existência. |
18 | তবে এজন্য আমাদের এতো সমৃদ্ধ সেনাবাহিনীর দরকার নেই। | Estamos entre Nasrallah e o Irã. |
19 | সামরিক বাজেটের কার্টুন। | Mas para isso não precisamos dum exército tão inchado. |
20 | এঁকেছেন আমিতাই স্যান্ডি। | Caricatura do Orçamento de Defesa, de Amitai Sandy. |
21 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Usada com autorização. |
22 | লেখা ডানে থেকে বামে। এ- আপনি, বি-আমাকে, সি- পরবর্তী যুদ্ধ। | Texto da direita para a esquerda: A-Você, B-Eu, C-A próxima guerra. |
23 | টিমনা অ্যাক্সেল +৯৭২ ম্যাগাজিনের একটি ব্লগে সামরিক বাজেট এবং প্যালেস্টাইন অঞ্চল দখল ইজরায়েলের সামাজিক বৈষম্যের ওপর কী রকম প্রভাব ফেলছে, তা নিয়ে আলোচনা করেছেন: | |
24 | এরপর সেখানে বাজেটে সামাজিক খাতের ব্যয়সমূহ ব্যাপকভাবে কমানো হয়। দ্বিতীয় ইন্তিফাদার সময় এটা ছিল ইজরায়েলি টাকায় ৬৫ বিলিয়ন। | Num artigo publicado no blog +972, Timna Axel [en] discutiu a influência do orçamento de defesa e a ocupação dos Territórios Palestinos na desigualdade em Israel: |
25 | একই সময়ে সামরিক বাজেট বৃদ্ধি পেয়েছিল ইজরায়েলি টাকায় ১৫ বিলিয়ন। সন্তান ভাতা, দারিদ্র্যের দোহাই দিয়ে বেকার ভাতা কেটে নেয় সরকার। | E então há o corte de gastos sociais no orçamento, que durante a segunda Intifada totalizou 65 bilhões de shekels, enquanto que o orçamento de defesa aumentou para 15 bilhões de shekels. |
26 | একই সঙ্গে সরকারের আয় দিয়ে যুদ্ধের খরচ জোগানো হয়, যা দরিদ্র জনগোষ্ঠীর ওপর তীব্র আঘাত হানে। ১৯৮০ সালেও তারা এটা করেছিল। | Cortes nos abonos pagos às famílias e aos desempregados causaram forte aumento na taxa de pobreza e as transferências de renda do governo destinadas a combatê-la tiveram um efeito ainda menor do que aquela conseguida na década de 1980. |
27 | অর্থনীতিবিদ মমি দাহান একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, “অন্যান্য উন্নত দেশের চেয়ে ইজরায়েলের দরিদ্র মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণ গভীরভাবে বিশ্লেষণ করে দেখলে জিডিপির ৭ শতাংশ সামরিক খাতে ব্যয়ের বিষয়টি কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। | O artigo cita o economista Momi Dahan, que escreve que “uma análise profunda dos fatores de base para que Israel tenha mais pobres do que qualquer outro país desenvolvido não pode desprezar o fato de que Israel gasta 7% de seu PIB com defesa, enquanto que a média dos outros países desenvolvidos é de 1,5%.” O blogueiro Yuval Ron [he], por outro lado, enxerga os assentamentos nos Territórios Palestinos ocupados como uma forma de diminuir o orçamento de defesa, e escreve: |
28 | অথচ অন্যান্য উন্নত দেশে এই ব্যয়ের পরিমাণ গড়ে ১. ৫ শতাংশ।” | A maior parte do orçamento do Estado vai para a defesa. |
29 | অন্যদিকে ব্লগার ইউভাল রন [হিব্রু ভাষায়] প্যালেস্টাইনের অধিকৃত ভূমি সমস্যার নিষ্পত্তির সাথে সামরিক বাজেট কমার একটি রাস্তা দেখতে পেয়েছেন। | |
30 | তিনি লিখেছেন: রাষ্ট্রীয় বাজেটের একটি বড় অংশ সামরিক খাতে বরাদ্দ রয়েছে। | O orçamento de defesa é tão grande que atrasa ou impede importantes ações do governo em outras questões. |
31 | সামরিক বাজেট বড়ো হওয়ায় সরকার প্রয়োজনীয় ইস্যুগুলোতে সিদ্ধান্ত নিতে পারছেন না, অথবা সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলছেন। | |
32 | সেনাবাহিনী একাই সীমান্ত পাহারা দিয়ে আসছে। | |
33 | কোনো ধরনের মিমাংসা ছাড়া সেখানে থাকা সেনাবাহিনীর ওপর একটা বোঝাস্বরূপ। এটা মানবসম্পদ এবং টাকা উভয় অর্থেই। | A defesa das fronteiras somente pelo exército, sem os assentamentos, seria um fardo muito pesado para ele, tanto em termos de mão de obra como em dinheiro. |
34 | সীমানা বিরোধ মিটলে সেখানে সেনাবাহিনীর কার্যক্রম অনেক সহজ হয়ে যাবে। এতে করে রাষ্ট্রের মানবসম্পদ এবং টাকাপয়সা বাঁচবে। | A existência de assentamentos ao longo da fronteira facilita o desempenho do exército em suas ações defensivas e economiza mão de obra do Estado e significante soma de dinheiro. |