Sentence alignment for gv-ben-20131110-39169.xml (html) - gv-por-20130830-46553.xml (html)

#benpor
1নির্মাতাদের শ্যেন দৃষ্টি পড়ায় পেরুতে প্রাচীন পিরামিড ধ্বংস হয়ে গেছেA luta dos peruanos para salvar El Paraíso
2এই পোস্টটি মূল পর্তুগীজ ভাষায় লিখেছেন জেসিকা মোটা যা #পাত্রিমোনিও আমিকাডো (পর্তুগীজ ভাষায় “হুমকির মুখে ঐতিহ্য”) সম্পর্কিত ধারাবাহিকের অংশ হিসাবে গত ২১শে আগস্ট ২০১৩ তারিখে ব্রাজিলের অনুসন্ধানমূলক সংবাদ সংস্থা আজেন্সিয়া পুবলিকা কর্তৃক প্রথম প্রকাশিত হয়েছিল।Este artigo, escrito por Jessica Mota, foi publicado originalmente a 21 de agosto de 2013 pela Agência Pública, numa série sobre #PatrimônioAmeaçado. Eram quatro horas da tarde de um sábado, 29 de junho, quando Estequilla Rosales, uma peruana de 51 anos, ouviu um ruído vindo do outro lado do sítio arqueológico que tão bem conhece.
3২৯শে জুন, শনিবার, বিকাল চারটের সময় ৫১ বছর বয়স্ক মহিলা এস্টিকিলা রোসালেস তাঁর খুবই পরিচিত পুরাতাত্ত্বিক স্থানটির অপর দিক থেকে আসা একটি শব্দ শুনেছিলেন।
4তিনি কাপাক সুমাক আইল্লু [স্প্যানিশ ভাষায়], সমিতিটির ভাইস প্রেসিডেন্ট হিসাবে ১৪ বছর ধরে পেরুর জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য এল পারাইসোতে ৪৫ হেক্টর জায়গা জুড়ে থাকা পেরুর অন্যতম বৃহত্তম এবং প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্স রক্ষায় সাহায্য করার দায়িত্বে আছেন।Vice-presidenta da associação Kapaq Sumaq Ayllu há 14 anos, ela tem a missão de ajudar a proteger um patrimônio cultural nacional do Peru, o Complexo Arqueológico de El Paraíso, de 45 hectares, um dos maiores e mais antigos do Peru.
5এটিই সেই স্থান যেখানে তিনি তাঁর দিনগুলি কাটান।Ali passa seus dias.
6এবং এর কাছাকাছি সান্টা জোসেফিনা পাহাড়ে তিনি তাঁর বাড়ি বানিয়েছেন।E bem próximo, no morro de Santa Josefina, fez sua casa.
7শব্দটা এমন একটা কিছু থেকে আসছিল যা এস্টিকিলা কখনোই আশা করেন নি, এমনকি কখনো দুঃস্বপ্নেও ভাবেন নি।O ruído significava algo que Estequilla não poderia imaginar nem em pesadelo.
8একদল লোক স্থানটিতে অবস্থিত এগারোটি পুরাতাত্ত্বিক ঢিবির মধ্যে একটিকে ধ্বংস করার জন্য ভারী যন্ত্র ব্যবহার করছিল।Um grupo de homens, utilizando retroescavadeiras e uma empilhadeira, destruía um dos onze montículos arqueológicos registrados no sítio.
9এই ছোট ঢিবির নিচে, চার থেকে ছয় মিটার লম্বা এবং ২. ৫ বর্গ কিলোমিটার জুড়ে প্রাচীন কালের একটি ইনকা-পূর্ব পিরামিড ছিল।Embaixo desse montículo, uma pirâmide pré-incaica de cerca de 4 a 6 metros de altura e 2,5 km2, que data do período da antiguidade.
10এই স্থানেই এল পারাইসো পিরামিডগুলির একটিকে ভেঙে ফেলা হয়েছিল, যার চিহ্ন বালিতে দেখা যাচ্ছে।O local onde foi derrubada uma das pirâmides de El Paraíso onde se vê a areia revolvida.
11ছবি: জেসিকা মোটা/আজেন্সিয়া পুবলিকাFoto: Jessica Mota / Agência Pública
12“আমি মরিয়া হয়ে উঠেছিলাম, এখানে কোনো টেলিফোন সিগন্যাল না থাকায় কী করব বুঝতে পারছিলাম না।“Eu fiquei desesperada, não sabia o que fazer, porque aqui não há sinal de telefone.
13তাই আমি পাহাড়ে চড়েছিলাম এবং প্রহরীকে পুলিশ ডাকতে বলেছিলাম”, এস্টিকিলা স্মরণ করেছিলেন:O que fiz foi subir ao morro e dizer ao vigilante que chamasse a polícia”, conta Estequilla:
14এখন আমি শান্ত বোধ করছি।Agora estou mais calma.
15কিন্তু যখন এটি ঘটেছিল, আমি প্রকৃতই একটি গভীর বেদনা অনুভব করেছিলাম, মনে হয়েছিল যেন এটা কোনো মানুষ, এমন কেউ যে আমার খুব প্রিয়।Mas quando aconteceu realmente senti uma dor imensa, como se fosse uma pessoa, um ser muito querido para mim.
16কারণ এটা আমার দেশের অংশ, ওরা আমার পরিচিতি, আমার সংস্কৃতিকে খুন করছিল।Porque é parte de meu país, estavam assassinando minha identidade, minha cultura.
17যেমন অনেকেই বলবেন, এটি যেন দেশের প্রতি একটা বিশ্বাসঘাতকতা।E isso é, como se pode dizer, uma traição à pátria.
18আমি গভীরভাবে দুঃখিত যে একজন পেরুবাসী এতটাই নির্বোধ হতে পারে যে সে এই ধরনের বিধ্বংসী কাজ করতে পারে।Eu sinto que um peruano seja tão ignorante para destruir assim.
19পেরুর লিমা রাজ্যের অন্তর্গত এল পারাইসো প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্সের অবস্থান।Localização do Complexo Arqueológico de El Paraíso na região do estado de Lima no Peru.
20নকশা: আজেন্সিয়া পুবলিকার পক্ষ থেকে ব্রুনো ফনসেকাArte: Bruno Fonseca para a Agência Pública
21লিমা থেকে এক ঘন্টার দূরত্বে সান মার্টিন ডি পোরেস প্রদেশে এল পারাইসো প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্স এমন একটি এলাকায় অবস্থিত যেখানে রিয়েল এস্টেট ব্যবসার দূরকল্পনা বৃদ্ধি পাচ্ছে।O Complexo Arqueológico de El Paraíso, distante uma hora de Lima, no município San Martin de Porres, está em área de expansão da especulação imobiliária.
22১৯৫০ এর দশকে আবিষ্কৃত হওয়া এই স্থানটি, ২০১২ সালের ডিসেম্বর মাসে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পটির বাস্তবায়ন করা্র আগ পর্যন্ত অবহেলিত ছিল।Descoberto na década de 1950, o sítio arqueológico permaneceu no abandono até dezembro de 2012, quando se iniciou o projeto implantado pelo Ministério da Cultura.
23বছর শেষ হতেই, স্থানটির চারপাশের জায়গাগুলি ধীরে ধীরে ব্যক্তিগত মালিকানার অধীনে চলে গিয়েছিল।Com o passar dos anos, os arredores do sítio arqueológico foram sendo tomados.
24বর্তমানে, পুরাতাত্ত্বিক স্থানটির সীমানার ঠিক পাশ থেকেই শুরু হয়েছে ব্যক্তিগত জমি-জায়গা আর চাষের জায়গা।Hoje, os limites do sítio terminam onde começam as plantações e terrenos privados.
25স্থানটিতে ১২টি চিন্হিত পিরামিড ছিল।Ali havia 12 pirâmides registradas.
26১৯৬৫ এবং ১৯৬৬ সালের মধ্যে স্যুইস পুরাতত্ত্ববিদ ফ্রেড্রিক এঞ্জেল প্রধান পিরামিডটিকে প্রায় সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করেছিলেন।A principal foi quase totalmente restaurada por Fredéric Engel, arqueólogo suíço, entre 1965 a 1966.
27২০১৩ সালের জানুয়ারী মাসে, পেরুভিয়ান মিনিস্ট্রি অব কালচার-এর খননকার্যের দায়িত্বে থাকা বিভাগটির আবিষ্কৃত প্রমাণ থেকে সিদ্ধান্ত আসা গিয়েছিল যে এল পারাইসো মিশরের পিরামিডগুলি বা মেসোপটেমিয়ার সভ্যতার মতোই প্রাচীন - ৪,৫০০ থেকে ৪,৮০০ বছরের পুরানো, এইগুলিই আমাদের ল্যাটিন আমেরিকা মহাদেশের জন্মভূমি।Em janeiro desse ano, o setor de escavações do Ministério da Cultura peruano descobriu uma evidência de que El Paraíso é tão antigo como as pirâmides do Egito ou a civilização Mesopotâmica. Ali seria um dos berços da civilização no nosso continente latino-americano, com entre 4.500 e 4.800 anos de antiguidade.
28এটাই প্রমাণ যে স্পেন, চার্চ এবং এমনকি খ্রীষ্টেরও পূর্বে লিমা একটি গুরুত্বপূর্ণ প্রধান শহর হয়ে উঠেছিল।A prova de que muito antes dos espanhóis, da Igreja e até de Cristo, Lima já era uma grande capital.
29এল পারাইসোতে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক গড়ে তোলা প্রকল্পের মুখ্য পুরাতত্ত্ববিদ, মার্কো গিলেন বুঝিয়ে বলেছিলেন যে:Marco Guillén, arqueólogo diretor do projeto desenvolvido pelo Ministério da Cultura em El Paraíso, explica:
30সারা বিশ্বে সময়ের সঙ্গে সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রেখেছে চলেছে এমন মাত্র কয়েকটি শহরে মধ্যে এটি অন্যতম।É uma das poucas cidades no mundo que tem uma continuidade cultural ao longo do tempo.
31এবং এটা একটি বিরাট সুবিধা।E isso é uma grande vantagem.
32(…) পেরুর প্রধান শহর লিমায় প্রাচীনতম ওয়াকা (প্রাচীন এবং পবিত্র সৌধ) আছে।(…) Lima, a capital, tem a waka [sic] (monumento antigo e sagrado) mais antiga do Peru.
33এইভাবেই এখানে সভ্যতার অভ্যুদয় হয়েছিল।É como a civilização surge aqui.
34পিরামিডটি ধ্বংস করা পেরুর ইতিহাসের একটি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলার সমার্থক।A destruição da pirâmide significa arrancar a folha de um livro da história do Peru.
35কী যে ঘটেছিল তা সন্ধানের আর কোনো উপায় নেই।Não se pode saber o que aconteceu.
36রাস্তার মাঝখানে একটি পিরামিড ছিলNo meio do caminho, tinha uma pirâmide
37আপনি লিমা ছেড়ে বেরোনোর পর, এল পারাইসোতে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি মাইক্রোবা্সে উঠতে হবে - এটি এক ধরনের ভ্যান যা লিমার অন্যান্য ধরনের জন পরিবহন ব্যবস্থাকে ছাপিয়ে গেছে - এবং পার্শ্ববর্তী শহর প্রো পর্যন্ত যেতে হবে। এটি পেরুর রাজধানীর জনবহুল রাস্তাঘাটের মধ্য দিয়ে ৪০-মিনিটের যাত্রাপথ।Saindo de Lima, para se chegar a El Paraíso, é preciso tomar um micro - espécie de van que domina o transporte público em Lima - até o município vizinho de Pro. É uma viagem de 40 minutos pelo caótico trânsito da capital peruana.
38সেখান থেকে আরো দুটি মাইক্রোবাসে যাত্রা করে আপনি পৌছে যাবেন স্টেশনের কাছে একটি গাড়িতে, যার চালকের আসনে আছেন অ্যাসোসিয়েশন কাপাক সুমাক আয়লু-এর এক সদস্য।Dali, mais dois micros até o carro, próximo ao terminal, dirigido por um membro da Associação Kapaq Sumaq Ayllu.
39স্থানটি প্রাকৃতিক দৃশ্যাবলী রিক্ত, কিছু অতি সাধারণ ঘরবাড়ির চিহ্ন দেখা যায়।A paisagem é árida, pontuada por residências simples.
40কমপ্লেক্স-এ যাওয়ার সরু রাস্তায় এসে পৌঁছানোর পর, আপনি দেখতে পাবেন খোলা আবর্জনা, শকুন আর দেখতে পাবেন বাচ্চাদের, যারা ময়লার মধ্যে থেকে খেলনা খুঁজছে।Ao entrar na estradinha que leva ao Complexo, lixo a céu aberto, urubus e crianças que procuram brinquedos em meio a sujeira.
41“আমরা যখন পৌঁছলাম, তখন সেখানে প্রতিটা পাহাড়ে বিলবোর্ড লাগানো ছিল।“Quando chegamos começaram a colocar placas em todos os morros.
42তারা মনে করে যে এই স্থানটি তাদের মালিকানাভুক্ত”, বলেছিলেন প্রকল্পের একজন পুরাতত্ত্ববিদ।Eles acham que esse sítio é todo deles”, conta-um dos arqueólogos do projeto.
43সাইনবোর্ডে লেখা ছিল “১৯৮৪ সালের ৪ঠা আগস্ট অনুমোদিত ব্যক্তিগত সম্পত্তি”, এর পরে স্থানটির বিবরণ এবং এটির নিবন্ধন নম্বর দেওয়া ছিল।
44ছবি: জেসিকা মোটা/আজেন্সিয়া পুবলিকাFoto: Jessica Mota / Agência Pública
45পুরো রাস্তাটির পাশ জুড়ে থাকা একটি দেওয়াল আমি দেখতে পাই।Reparo em um muro que nos acompanha durante todo o trajeto.
46“এটা একটা দেওয়াল”, গাড়ির পেছনে বসে থাকা এল পারাইসো প্রকল্পের মাঠ প্রধান, মিগুয়েল ক্যাস্টিলো বলেছিলেন।“É uma muralha”, explica Miguel Castillo, chefe de campo do projeto de El Paraíso, que está sentado no banco de trás do carro.
47পরে আমি দেখতে পেয়েছিলাম যে দেওয়ালটি ৩০ কিলোমিটার দীর্ঘ এবং এলাকাটির পাহাড়গুলিকে বেষ্টন করে আছে।Mais tarde, eu saberia que aquela muralha tem 30 quilômetros de extensão e dá a volta nos morros da região.
48সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে, এটি রাস্তাটির পাশ ধরে ব্যক্তিগত বাড়ি ও জমির মধ্যে ঢুকে পড়েছে।Com o tempo, foi dividida por construções e terrenos privados.
49ক্যাস্টিলো স্বগোক্তি করতে থাকে:Castillo avalia:
50প্রশাসন অকার্যকর।O Estado é ineficiente.
51সৌধগুলি রক্ষা করতে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আছে তার, কিন্তু কিছুই করে না।Tem recursos para delimitar e proteger as wakas [sic], mas não o fazem.
52ব্রাজিল, আর্জেন্টিনাতেও একই অবস্থা … আমাদের যা আছে তা হল প্রত্নতাত্ত্বিকদের মতো কয়েকজন ব্যক্তির, কাছ থেকে পাওয়া ব্যক্তিগত উদ্যোগ।É igual no Brasil, na Argentina… O que se tem é a iniciativa pessoal de algumas pessoas, de arqueólogos.
53কিন্তু তা যথেষ্ট নয়।Mas não é suficiente.
54এক সপ্তাহ আগে, কাপাগ অ্যাসোসিয়েশনের সুরক্ষা কর্মী সহ অন্যান্য সদস্যরা একটি আক্রমণের শিকার হয়েছিলেন।Os membros da Associação Kapaq, junto com vigilantes, haviam sofrido um atentado uma semana antes.
55তাই যে স্থানে পিরামিডটি ধ্বংস হয়েছে সেখানে যাওয়ার সময়ে আমাদের দল, মানে প্রত্নতাত্ত্বিকদের দলটির সাথে সুরক্ষার প্রদানের জন্য একজন প্রহরী ছিলেন।Por segurança, um vigilante acompanhou nosso grupo - com toda a equipe de arqueólogos - durante a caminhada até a área onde a pirâmide havia sido destruída.
56স্থানীয় কর্মীরা যারা পূর্বে খননকার্যে নিয়োজিত হয়েছিলেন, তারা এখন পাহাড়ের উপরে বসে দেখতে থাকেন।Os trabalhadores da região que ajudam nas escavações agora ficam sentados no alto dos morros, vigiando.
57পিরামিডটি ভেঙে দেওয়ার পরে, সুরক্ষা কর্মী দ্বিগুণ করা হয়েছে।Depois da derrubada da pirâmide, a segurança foi redobrada.
58এখন সেখানে চারজন পুলিশ কর্মী আছেন যারা স্থানটিকে দিবারাত্র রক্ষা করেন, একই সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বেসরকারী সংস্থা থেকে দুজন প্রহরীকে ভাড়া করা হয়েছে, এবং তারা সকলে মিলে ৪৫ হেক্টর ব্যপী সমগ্র জমিটিকে নজরে রাখার বড় একটা প্রচেষ্টা চালান।Hoje são quatro policiais que fazem a proteção diurna e à noite, e dois vigilantes de uma empresa privada contratada pelo Ministério da Cultura, que se desdobram para cobrir os 45 hectares do sítio.