# | ben | por |
---|
1 | গ্লোবাল ভয়েসেস: ২০০৭ বর্ষ পরিক্রমা এবং ২০০৮ এর ব্যাপক পরিকল্পনা | Global Voices: Retrospectiva de 2007, grandes planos para o futuro |
2 | এটা হয়ত কেউ ভাবতেও পারেনি যে গ্লোবাল ভয়েসেস এর ২০০৭ সালের সবচেয়ে পঠিত লেখা হবে চায়নার পিঁপড়া উৎপাদনকারীদের নিয়ে একটি রিপোর্ট। | Ninguém poderia ter previsto que um artigo sobre os criadores de formigas chineses [en] passaria a ser o mais lido da história do Global Voices em 2007. |
3 | এই ওয়েবসাইটের সবচেয়ে জনপ্রিয় লেখাগুলো ছিল মূলত: সে খবরগুলোই যা আন্তর্জাতিক মিডিয়ার জন্যে (এবং গনতন্ত্রকামী লোকদের জন্যে) গুরুত্বপূর্ন উৎস ছিল , যেমন মায়ানমার এবং পাকিস্তানের প্রতিবাদগুলো এবং কেনিয়ার সাম্প্রতিক অস্থিতিশীল অবস্থা। | As principais notícias deste site foram essencialmente aquelas onde blogueiros locais foram importantes fontes para a mídia internacional (e ativistas da democracia), como as do protestos em Mianmar, no Paquistão [en], e da atual agitação no Quênia. |
4 | এছাড়াও কিছু লেখা বেশ কিছু পাঠকদের আকর্ষন করেছে কারন অন্য কেউ তাদের নিয়ে রিপোর্ট করেনি যেমন বার্বাডোস, ডোমিনিকা, জামাইকা, কেইম্যান আইল্যান্ডস, হন্ডুরাস এবং ওমানের স্থানীয় প্রাকৃতিক দুর্যোগগুলো। | Ou eles atraíram a massa de leitores porque quase ninguém mais reporta sobre regiões “longínquas” e histórias como as das tempestades tropicais no Barbados, Dominica [en], Jamaica, Ilhas Cayman, Honduras e Omã [en]. |
5 | বিগত দিনগুলিতে গ্লোবাল ভয়েসেসের লেখক ও সম্পাদকরা তাদের আন্চলিক ব্লগোস্ফিয়ারের সেরা লেখাগুলোকে তুলে ধরেছেন। | Nos últimos dias, autores e editores do Global Voices destacaram algumas das principais notícias das blogosferas das suas diferentes regiões. |
6 | আপনারা পড়ে দেখুন আমেরিকা মহাদেশ, ক্যারিবিয়ান দ্বীপপুন্জ, ককেশাস অন্চল, হংকং, কোরিয়া এবং ফিলিপাইনের ব্লগারেরা কোন বিষয়গুলিকে ২০০৭ সালের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন। | Veja o que blogueiros nas Americas [en], no Caribe, Caucásus [en], de Hong Kong [en], da Coréia [en] e das Filipinas consideraram as questões mais importantes em 2007 - e como blogueiros da Síria [en], do Marrocos [en], do mundo Árabe [en] e de língua portuguesa partilharam as esperanças para o futuro. |
7 | অন্যদিকে সিরিয়ান, মরোক্কান, আরবী এবং পর্তুগীজ ভাষাভাষী ব্লগারদের ভবিষ্যতের জন্যে আশার সাথে মিলে আপনিও আশান্বিত হোন। | As notícias mais ‘quentes' no Global Voices em 2007 Quantidade nem sempre é sinônimo de qualidade, mas aqui vai uma olhada rápida em alguns outros artigos do Global Voices em 2007. |
8 | ২০০৭ সালে গ্লোবাল ভয়েসেসের সবচেয়ে আকর্ষনীয় লেখাগুলো: | (Criadores de formigas falidos protestam em Shenyang, fotografia de “The Free China”) |
9 | পাঠকের সংখ্যা দিয়ে সবসময় লেখার মান নির্ধারন করা যায় না, তবুও এখানে আমরা ২০০৭ সালে গ্লোবাল ভয়েসেস এর বেশী পঠিত কিছু লেখা নিয়ে আলাপ করব। | Várias das principais notícias foram originalmente publicadas em nosso site de advocacia [en] sobre censura e liberdade de expressão online. |
10 | (সর্বশান্ত পিঁপড়া উৎপাদনকারীরা শেনইয়াঙে বিক্ষোভ করছেন ছবি: ‘দ্যা ফ্রি চায়না'র সৌজন্যে) অনেক সেরা পোস্ট আমাদের এডভোকেসী সাইটে প্রথমে প্রকাশিত হয়েছে যেগুলো মূলত: অনলাইন সেন্সরশীপ এবং বাক স্বাধীনতা নিয়ে লেখা। | A enorme popularidade de artigos como o dos criadores de formigas chineses [en] ou dos protestos ambientais em Xiamen [en] foi certamente ligada ao fato de que a internet, blogues e imprensa local foram censurados. |
11 | চায়নার পিঁপড়া উৎপাদনকারী অথবা জিয়ামেনে পরিবেশ সংক্রান্ত প্রতিবাদের পোস্টগুলোর জনপ্রিয়তার কারন স্থানীয় মিডিয়া এবং ব্লগগুলোকে কর্তৃপক্ষ কর্তৃক সেন্সর করা হয়েছিল। | Não é preciso “sangrar” para levar no Global Voices, mas isso parece que ajuda. Tráfego no artigo sobre a execução de Saddam Hussein [en], um assassinato de honra no sul do Curdistão [en] e um vídeo de execução neo-nazista na Rússia também esteve em alta. |
12 | গ্লোবাল ভয়েসেস এ কোন লেখা জনপ্রিয় হওয়ার জন্যে রক্তপাত দরকারী নয় তবে মনে হয় তা কিছুটা সাহায্য করে। | Sexo e escândalo também nunca deixam de atrair leitores online (será que precisamos de um editor sexo?). |
13 | সাদ্দাম হোসেনের ফাঁসি, দক্ষিন কুর্দিস্তানে একটি হনর কিলিং (মর্যাদা রক্ষার জন্যে খুন), এবং রাশিয়ার একটি নিও নাৎসী হত্যার ভিডিও সংক্রান্ত পোস্টগুলো প্রচুর পাঠককে টেনেছে। | Entre os artigos mais picantes de 2007, estão o requebrado de um cantor de hip hop em Trinidad [en], um santo polígamo na Indonésia [en], expressão sexual em Hong Kong, e mais recentemente, as infidelities de um âncora da televisão chinesa. |
14 | ২০০৮ সালে গ্লোবাল ভয়েসেস: | Global Voices em 2008 |
15 | ২০০৭ সালের প্রথম থেকে বর্তমানে গ্লোবাল ভয়েসেস এর পাঠক সংখ্যা প্রায় দ্বিগুন হয়ে গেছে। এবং একটি ইংরেজী ভাষার সাইটের জন্যে যা অসামন্জস্যপূর্ন, যুক্তরাষ্ট্রের পরে চায়না থেকে আমারা বেশীর ভাগ পাঠক পাচ্ছি। | A quantidade de leitores diários do Global Voices duplicou desde o início de 2007, e de maneira não típica para um site de idioma inglês, a China é o país de onde vem a maior parte dos nossos leitores depois dos Estados Unidos. |
16 | ২০০৮ সালে আমরা ইংরেজী ভাষাভাষী নয় এমন দেশগুলো থেকে আরও পাঠক পাব এটি আশা করছি কারন আমাদের অবিশ্বাস্য করিৎকর্মা লিঙুয়া অনুবাদকরা প্রায় ডজনখানেক ভাষায় গ্লোবাল ভয়েসেসের পোস্টগুলোর অনুবাদ প্রকাশ করছে যার মধ্যে আরবী, বাংলা এবং মালাগাসী ভাষা রয়েছে। | Em 2008, esperamos atrair ainda mais leitores de países que não falam inglês, com a ajuda da nossa incrível equipe de tradutores do projeto Lingua [en] que agora traduz os artigos do Global Voices em uma dezena de idiomas, incluindo árabe, bengal e malgaxe. |
17 | তারা ওয়েবের সর্বোচ্চ কলেবরের স্বেচ্ছাসেবী অনুবাদক কমিউনিটি হিসেবে আত্মপ্রকাশ করেছে। | Ela têm crescido e se transformado em uma das maiores comunidades de tradutores voluntários da net. |
18 | আন্তর্জাতিক মূলধারার মিডিয়ারা এখন আরও বেশী করে বিশ্বব্যাপী ব্লগারদের নিয়ে প্রশ্ন করা শুরু করেছে। | A imprensa tradicional internacional está cada vez mais fazendo perguntas sobre o mundo dos blogueiros. |
19 | গ্লোবাল ভয়েসেসের লেখক এবং সম্পাদকরা এখন নাগরিক মিডিয়া এবং রাজনৈতিক বিষয়গুলোর জন্যে প্রায় নিয়মিতভাবেই সংবাদপত্র, ম্যাগাজিন, রেডিও এবং টেলিভিশনে স্বাক্ষাৎকার দিয়ে আসছেন বা মিডিয়া রিপোর্টে তাদের উল্লেখ করা হচ্ছে। | Autores e editores do Global Voices estão sendo entrevistados e citados [en] sobre mídia cidadã e política quase toda semana em jornais, revistas, rádio e televisão. |
20 | আমাদের নতুন বিশেষ কাভারেজ পাতা, যেখানে নির্বাচিত ব্লগগুলো থেকে সরাসরি ফিড যোগ করা হয়, বিভিন্ন অনলাইন মিডিয়ায় আলোচিত হয়েছে এবং লিন্ক করা হয়েছে। | Nossas páginas de cobertura especial [en] com feeds ao vivo de blogues escolhidos a dedo têm sido lincadas por uma grande gama de mídias online. |
21 | সবার শেষে গ্লোবাল ভয়েসেসের আন্চলিক ও ভাষা সম্পাদকেরা যেইসব দেশ আমরা এখনও কাভার করতে পারিনি সে সব দেশের ব্লগারদের সাথে সংযোগ স্থাপন করবেন। তাদের আমাদের একশ'র ও বেশী স্বেচ্ছাসেবী ব্লগারদের নেটওয়ার্কের সাথে যুক্ত হবার আহ্বান জানানো হবে (আপনিও যদি অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য মনে করেন তবে একটি ইমেইল করে দিন না আমাদের!) । | Por fim, os editores regionais e de idiomas do Global Voices estarão alcançando mais blogueiros nos países que atualmente não cobrimos, convidando-os a participar da nossa rede de mais de 100 autores voluntários (envie um e-mail para eles se você acha que deveria entrar nesse time!). |
22 | গত অক্টোবর থেকে এখন পর্যন্ত আমাদের লেখকদের পোস্টের সংখ্যা ২০% বৃদ্ধি পেয়েছে। | De outubro a janeiro, a quantidade de postagens escritas por nossos autores aumentou em 20%. |
23 | আসন্ন নতুন প্রকল্পগুলো | Novos projetos no horizonte |
24 | | Nossa iniciativa Rising Voices acaba de conceder micro-financiamentos a cinco novos projetos de blogues na Jamaica, Quênia, Irã, Madagascar e no Uruguai, na sequência do sucesso da primeira ronda de bolsistas em Bangladesh, Bolívia, Colômbia, Índia e Serra Leoa [todos os links em inglês]. |
25 | আমাদের রাইজিং ভয়েসেস কার্যক্রম সম্প্রতি জামাইকা, কেনিয়া, ইরান, মাদাগাস্কার এবং উরুগুয়ের পাঁচটি নতুন ব্লগিং প্রকল্পকে ক্ষুদ্র সহায়তা প্রদান করেছে। | Com o apoio da Reuters, Global Voices nomeou uma editora ambiental, Juliana Rotich, e uma nova editora de vídeo, Juliana Rincón Parra (ter Juliana no nome não foi um pré-requisito das vagas). |
26 | প্রথম রাউন্ডে সহায়তা পাওয়া পাঁচটি প্রকল্প যেগুলো বাংলাদেশ, বলিভিয়া, কলম্বিয়া, ভারত এবং সিয়েরা লিয়নে চলছে ইতিমধ্যে সাফল্য লাভ করেছে। | Estas duas editoras irão expandir nossa cobertura sobre ambos assuntos no mundo. |
27 | রয়টার্সের সহায়তায় গ্লোবাল ভয়েসেস একজন পরিবেশ সম্পাদক, জুলিয়ানা রটিচ এবং একজন নতুন ভিডিও এডিটর জুলিয়ানা রিন্কন পারা কে নিয়োগ দিয়েছে (অবশ্য জুলিয়ানা নাম হওয়াটা চাকুরির বিজ্ঞাপনে যোগ্যতা হিসেবে উল্লেখিত ছিলনা)। | Global Voices também será parceiro da Reuters em um projeto de reportagem global sobre o que a blogosfera está dizendo sobre as eleições presidenciais americanas. Estas são apenas algumas das grandes iniciativas vindas da comunidade do Global Voices em 2008. |
28 | এই দুই সম্পাদক ওই দুই বিষয়ে বিশ্বব্যাপী আমাদের কাভারেজ বাড়াবেন। | Feliz ano novo a todos os nossos leitores, blogueiros, tradutores, inovadores e torcedores. (Texto original de Solana Larsen) |
29 | গ্লোবাল ভয়েসেস রয়টার্সের সাথে যৌথভাবে কাজ করবে একটি নতুন প্রকল্পে যার মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিশ্বব্যাপী ব্লগাররা কি মন্তব্য করছেন তা তুলে ধরা হবে। | O artigo acima é uma tradução de um artigo original publicado no Global Voices Online. Esta tradução foi feita por um dos voluntários da equipe de tradução do Global Voices em Português, com o objetivo de divulgar diferentes vozes, diferentes pontos de vista. |
30 | এগুলো হচ্ছে গ্লোবাল ভয়েসেসের কমিউনিটি থেকে ২০০৮ সালে উল্লেখযোগ্য যেসব কার্যক্রম চলবে তার কিছু ধারনা। | Se você quiser ser um voluntário traduzindo textos para o GV em Português, clique aqui. |
31 | আমাদের পাঠক, ব্লগার, অনুবাদক, উদ্ভাবক এবং সাথীদের জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। - সোলানা লারসেন। | Se quiser participar traduzindo textos para outras línguas, clique aqui. |