Sentence alignment for gv-ben-20120603-27523.xml (html) - gv-por-20120602-32020.xml (html)

#benpor
1গ্রীস: নব্য নাৎসি দল “গোল্ডেন ডন”-এর সমর্থকদের অভিবাসীদের বিরুদ্ধে আরো হামলাGrécia: Apoiantes Neo-Nazis da “Aurora Dourada” Atacam Mais Imigrantes Este artigo faz parte da nossa cobertura especial Europa em Crise
2গ্রীসের নব্য নাৎসি যে দলটি সফল ভাবে তাদের যাত্রা শুরু করেছে, সেই গোল্ডেন ডন (সোনালি সুর্যোদয়)-এর ১৫-২০ জন যুবা সমর্থকের একটি দল, ২৯ মে ২০১২ তারিখে গ্রীসের রাজধানী এথেন্সের আগিওস নিকলাওয়াস নামক মেট্রো স্টেশনে প্রায় ৩০ বছর বয়স্ক এক পাকিস্তানী নাগরিকের উপর হামলা চালায়। আগিওস নিকলাওয়াস নামক এলাকা বিশাল এক অভিবাসী জনগোষ্ঠীর জন্য বিখ্যাত।Um grupo de 15 a 20 apoiantes da Aurora Dourada - o surpreendentemente próspero partido político grego neo-nazi - atacou um homem paquistanês com cerca de 30 anos de idade [en] no dia 29 de Maio, 2012, em Atenas, na estação de metro de Agios Nikolaos, um bairro conhecido por alojar grande parte da população de imigrantes na capital.
3(৬ মে) নির্বাচনের দিন গ্রীসের থেসেলোনিকায় গোল্ডেন ডন এর সমর্থকরা দলের ৭ শতাংশ ভোট লাভের সংবাদে ফ্লায়ার (প্রজ্বলিত মশাল) ধরে আছে।Apoiantes da Aurora Dourada com chamas em riste em Thessaloniki, Grécia no dia das eleições de 6 de Maio, em que o partido ganhou 7% dos votos.
4ছবি আলেকজান্দ্রো মিকালিডিস-এর © কপিরাইট ডেমোটিক্সের।Foto de Alexandros Michailidis © Copyright Demotix
5এই গুণ্ডার দলটি ফ্যাসিবাদি স্লোগান যেমন, “তোমরা কখনো গ্রীসের নাগরিকে পরিণত হবে না!”
6দিতে দিতে স্টেশনে প্রবেশ করে, তার তাদের ওই মানুষটিকে তাদের লক্ষ্যবস্তু নির্ধারণ করে, তাকে মাটিতে ফেলে দেয় এবং তাকে মারতে থাকে, বিস্মিত যাত্রীরা বিষয়টি দেখতে থাকে।O grupo entrou na estação a gritar palavras de ordem fascistas como “Nunca serás grego!”, atiraram o homem para o chão e espancaram-no, enquanto os passageiros chocados olhavam.
7টিভিএক্সএস-এর এক সংবাদে একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা প্রদান করেছে [গ্রীক ভাষায়] এবং ব্যাখ্যা করেছে যখন সে এই দলের নির্মমতার বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রদর্শন করে তখন আসলে কি ঘটেছিল:
8যখন প্রহারের ঘটনা চলতেই থাকে, আমি তাদের দিকে তাকিয়ে চিৎকার করতে শুরু করি এবং হুমকি দিতে শুরু করি যে আমি পুলিশ ডাকব […]।Numa reportagem da TVXS, uma testemunha narra a história [gr] e explica o que aconteceu quando reagiu à brutalidade do grupo:
9তখন গুণ্ডাদের ওই দল আমার দিকে এগিয়ে আসতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে, ‘তুই বিশ্বাসঘাতক, এই দেশ ছেড়ে চলে যা', এবং বলে “কমিউনিস্ট, আমরা তোকেও ছুরি মারব”।Enquanto o ataque acontecia, eu comecei a gritar insultos e a ameaçar que ia chamar a polícia (…) Em resposta o gangue aproximou-se de mim a berrar intimidações, como “Traidor, deixa o país” e “Comunista, vamos esfaquear-te.”
10তিনি এই বলে উপসংহার টেনেছেন:E conclui dizendo:
11Μικρός μέσος όρος ηλικίας για τη φασιστική αυτή ομάδα, μεγάλος δυστυχώς ο φόβος των επιβατών. Αν είχαμε μιλήσει όλοι μαζί θα τα είχαν μαζέψει και θα είχαν φύγει σίγουρα…».A idade média do grupo fascista era baixa, mas infelizmente o medo dos passageiros era imenso.
12ফ্যাসিস্ট দলের যে সব সদস্য, তাদের গড় বয়স অনেক কম, দুর্ভাগ্যজনকভাবে যাত্রীদের আতঙ্কের মাত্রা ছিল তীব্র।
13যদি আমরা সকলে একসাথে প্রতিক্রিয়া প্রদর্শন করতাম, তাহলে তারা নিশ্চিত পালিয়ে যেত।Se tivéssemos reagido em conjunto, de certeza que teriam desaparecido.
14ব্লগার ফারগকিস্ককা মেগালোদি ঘটনার সময় পুলিশের অনুপস্থিতি নিয়ে তৈরী করা এক সংবাদ প্রবন্ধের নীচে মন্তব্য করেছেঃA blogueira Fragkiska Megaloudi deixou um comentário numa notícia [gr] sobre a ausência da polícia durante o incidente:
15আমি এতে সন্তুষ্ট নই, এই সমস্ত বিকৃত মানসিকতার ফ্যাসিস্টরা কোন ধরনের কোন শাস্তি ছাড়াই, নির্বিঘ্নে তাদের কর্ম সমাপ্ত করছে।Não me surpreende que os psico-fascistas façam o que lhes apetece sem qualquer punição.
16গ্রীসের পুলিশের কাছ থেকে আমি কোন নিরাপত্তা আশা করি না, যেহেতু [সম্ভবত] তাদের অর্ধেকই গোল্ডেন ডনকে ভোট দিয়েছে।Nem espero qualquer proteção dos polícias gregos já que [provavelmente] metade deles votaram na Aurora Dourada.
17২৯ মে তারিখে এথেন্সে অন্য আরেকটি হামলার সংবাদ পাওয়া যায়। একই দিনে বিকেলে গোল্ডেন ডন, ১৪৫৩ সালে অটোমান সাম্রাজ্যের হাতে কনস্টান্টিনোপল-এর পতন স্মরণে সেয়ানটাগমা স্কোয়ারে এক শোভাযাত্রার আয়োজন করে।Outros ataques foram reportados em Atenas a 29 de Maio, o dia em que acontecia uma marcha da Aurora Dourada na Praça Sintagma em memória da queda de Constantinopla em 1453 depois de um ataque Otomano.
18এর চারদিন আগে গোল্ডেন ডনের নেতা নিকোলাস মিহালোলিকাস, লিখিত ঘোষণা প্রদান করে:O líder da Aurora Dourada, Nikolaos Mihaloliakos, quatro dias antes anunciava o protesto:
19আমার সঙ্গী কমরেডরা, আপনারা আপনাদের পতাকা উত্তোলন করুন (…) । সামনে এক কঠিন সময় আসছে, এবং এই সময়ে প্রমাণিত হবে কে প্রকৃত গ্রীক এবং কারা বিশ্বাসঘাতক।Camaradas levantem as bandeiras (…) Aproximam-se tempos difíceis em que se vai provar quem são os verdadeiros gregos, quem é de outras etnias e quem são os traidores.
20৬ মে তারিখে গ্রীসের সংসদ নির্বাচনে গোল্ডেন ডন-এর ৭ শতাংশ ভোট লাভের পর থেকে অভিবাসীদের উপর নির্বিচারে হামলা শুরু হয়েছে, বিশেষ করে এথেন্সের কেন্দ্রীয় এলাকায় এই ধরনের ঘটনার পরিমাণ উল্লেখযোগ্য সংখ্যায় বেড়ে গেছে।Depois da Aurora Dourada ter sido eleita para o parlamento grego a 6 de Maio com 7% dos votos, aumentaram de forma significativa os ataques aleatórios a imigrantes, especialmente no centro de Atenas.
21তবে দলটি নিজে কখনো এ ধরনের হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।No entanto, o partido nunca assumiu responsabilidade pelos ataques racistas.
22বর্ণবাদী মনোভাবাপন্ন হামলা এবং উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে জুনে এথেন্স এবং থেসালোনিকায় শোভাযাত্রা এবং বিক্ষোভের আয়োজন করা হয়েছে।Estão a ser organizados protestos e marchas em Junho em Atenas e Thessaloniki contra ataques de motivação racista e contra a extrema direita.