Sentence alignment for gv-ben-20101127-13531.xml (html) - gv-por-20101125-13179.xml (html)

#benpor
1ইকুয়েডর: “ক্লিন কুইটো” নামক প্রচারণা চুইংগামের বিরুদ্ধে লড়ছেEquador: Campanha “Quito Limpinha” contra a goma de mascar
2ঐতিহাসিক কুইটো শহরের মূল কেন্দ্র।Centro Histórico de Quito.
3ছবি ফ্লিকার ব্যবহারকারী নেলসন পিয়েড্রার।
4এট্রিবিউশন-ননকর্মাশিয়াল-ননডিরাইভস ২. ০ জেনেরিক ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে।Imagem do usuário de Flickr Nelson Piedra, usada sob licença Atribuição-Uso não-comercial-Vedada a criação de obras derivadas 2.0 Genérica de Creative Commons
5আপনি কি কখনো ভেবেছেন যে কোন এক ফুটপাতে পড়ে থাকা চুইংগাম অপসারণ করতে একটি পৌরসভার কত টাকা ব্যয় হয়?Já pensaste quanto custa a um município remover um chiclete grudado numa rua?
6বিশেষ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, চুইংগাম মাটিতে ফেলার অভ্যাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, এ রকম রাস্তা পরিষ্কার করার জন্য পৌরসভার হাজার হাজার ডলার ব্যয় হয়।
7কুইটোর পৌর কর্তৃপক্ষ এবং বেশ কিছু স্কুল মিলে এক প্রচারণা শুরু করেছে, যা রাস্তার উপর থেকে চুইংগাম অপসারণের কাজ করে করবে এবং দেশের রাজধানী শহরকে পরিষ্কার রাখবে।Milhares de dólares em limpeza de ruas são gastos com uma tecnologia especial para combater esse costume cotidiano de soltar uma goma de mascar no chão.
8এই প্রচারণার নাম কুইটোকে পরিষ্কার করা [কুইটো লিম্পিসিটো] । আশা করা যায় এর মাধ্যমে ২৩০,০০০ [স্প্যানিশ ভাষায়] টুকরা চুইংগাম শহরের ঐতিহাসিক কেন্দ্রীয় এলাকা থেকে সরিয়ে ফেলে হবে।Em Quito, o governo municipal e as escolas começaram uma campanha que visa à remoção dos chicletes do chão e devolver a limpeza à Capital.
9এটি প্যাট্রিমনিও সানো [ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত স্বাস্থ্যকর পৃথিবীর ] [স্প্যানিশ ভাষায়] প্রকল্পের একটি অংশ হিসেবে কুইটোকে রক্ষার জন্য করা হচ্ছে। ইউনেস্কো ,পোল্যান্ডের কারওয়াক এবং কুইটো শহরকে বিশ্বের প্রথম বিশ্ব ঐতিহ্যের এক শহর হিসেবে ঘোষণা দিয়েছে।A campanha “Quito Limpinha” espera remover alguns dos 230.000 chicletes [es] jogados no centro histórico [es] da cidade, como parte do projeto Patrimonio Sano [Patrimônio Sadio, es] que busca a manutenção dos bens patrimoniais da primeira cidade declarada, junto à Cracóvia, na Polônia, como Patrimônio Cultural da Humanidade pela Unesco.
10চুইংগামের উপর এক গামশুমারির [স্প্যানিশ ভাষায়] আয়োজন করা হয় এবং শত শত ছাত্র রাস্তায় যেখানে চুইংগাম ফেলে রাখা হয়েছিল, সে জায়গাগুলো চিহ্নিত করে।Um “censo” [es] da goma de mascar foi realizado, e elas foram demarcadas nas ruas com um círculo de giz por centenas de estudantes.
11তারা খড়ি মাটি বা চক দিয়ে চুইংগামের চারপাশে একটা বৃত্ত আঁকে।Algumas cifras surpreendentes [es] são:
12প্রাপ্ত শুমারির বিষয়ে প্রাপ্ত বিস্ময়কর কিছু পরিসংখ্যান [স্প্যানিশ ভাষায়] হচ্ছে:800 estudantes de 40 escolas identificaram gomas de mascar em vários pontos do centro histórico.
13৪০ টি স্কুলের ৮০০ ছাত্র এই ঐতিহাসিক কেন্দ্রের বেশ কয়েকটি এলাকার কোথায় কোথায় চুইংগাম রয়েছে সে সব জায়গা চিহ্নিত করে।
14প্রত্যেকটি চুইংগাম অপসারণ করতে ১০ সেকেন্ড সময় লেগেছে।Cada chiclete é removido em 10 segundos.
15উপশহর এলাকার সান্তো ডোমিঙ্গো প্লাজার চারপাশের এলাকায় হাজার হাজার চুইংগাম ফেলা রাখা জায়গা চিহ্নিত করা হয়।Milhares de chicletes marcados com giz no solo da praça de Santo Domingo, no centro, são removidos com duas hidrolavadoras, que utilizam água a 150ºC.
16এগুলোকে দুইটি হাউড্রোওয়াশার (রাস্তা বা ঘর পরিষ্কার করার বিশেষ যন্ত্র যেটিতে পানি ব্যবহার করা হয়) দিয়ে অপসারণ করা হয়।A contagem estabeleceu que havia um total de 47.042 chicletes na Plaza Santo Domingo e entre 10 e 15 chicletes por m² na Plaza de la Independencia.
17এর জন্য দুটি হাউড্রোওয়াশারের ১৫০ ডিগ্রী সেন্টিগ্রেড উত্তপ্ত পানি ব্যবহার করা হয়।O valor de uma goma de mascar é 5¢.
18হিসেব করা দেখ হয় যে সান্তো ডোমিঙ্গো প্লাজায় মোট ৪৭,০৪২ টুকরা এবং ইনডিপেন্ডেন্ট প্লাজার প্রতি বর্গ মিটারে ১০ থেকে ১৫ টি চুইংগাম পাওয়া গেছে।
19প্রতিটি চুইংগামের দাম ৫ মার্কিন সেন্ট।Em 2009, a retirada da guloseima de pedras e ruas custa $1,96 por metro quadrado.
20২০০৯ সালে প্রতি বর্গমিটার ফুটপাত, পাথর, এবং সিমেন্ট থেকে চুইংগাম অপসারণ করতে ১.Centro Histórico [es] conta sobre a campanha, da qual participam adultos, jovens e crianças.
21৯৬ মার্কিন ডলার খরচ পড়েছে। সেন্ট্রো হিস্টোরিকো [স্প্যানিশ ভাষায়] বর্ণনা করছে যে এমন এক প্রচারণা যেখানে তরুণ এবং প্রবীণরা একই সমানভাবে অংশ নিয়েছে।Funcionários da Administração do Centro puseram água e limparam os gerânios das varandas de seu edifício; limparam vidros e recolheram lixo das ruas circundantes: Chile e Guayaquil.
22শহরের মূল কেন্দ্রের প্রশাসকরা এর জন্য পানি সরবরাহ করে এবং তাদের ভবনের বারান্দা থেকে জেরানিয়াম নামক ফুলের গাছ পরিষ্কার করে; তারা জানালা পরিষ্কার করে এবং আশেপাশের রাস্তা যেমন, চিলে, গুইয়াকুইল থেকে পড়ে থাকা আবর্জনা তুলে নেয়।
23একই সাথে শহরের পৌর কর্তৃপক্ষ নিজস্বভাবে প্লাজা গ্রান্ড, আরজোবিশপাল প্যালেস এবং এর আশেপাশের রাস্তা নিজ দায়িত্বে পরিষ্কার করে।Da mesma forma, funcionários da Prefeitura fizeram a sua parte na Plaza Grande, no Palacio Arzobispal e ruas circundantes.
24এডগারেটসা (@এডগারেটসা১০) টুইটারে [স্প্যানিশ ভাষায়] এর কিছু চিত্র প্রদর্শন করছে:No Twitter [es], Edgaretsa (@edgaretsa10 [es]) exibe imagens:
25কুইটো পরিষ্কার অভিযানের সময় খোলা চত্বরে শিশুরা চুইংগামের পরিমাণ গণনা করছে। http://yfrog.com/2r19usdj (এইচটিটিপি://ওয়াইফ্রগ. কম/২আর১৯ইউএসডি)Crianças contando a quantidade de chicletes jogados na praça durante a campanha Quito Limpinha http://yfrog.com/2r19usdj
26এঞ্জেল সানচেজ (@এঞ্জেলসানচেজসি) এই প্রচারণার বিষয়ে পুনরায় টুইট করেছেন [স্প্যানিশ ভাষায়]:Angel Sanchez (@AngelSanzC) faz um retweet sobre a campanha [es]:
27আরটি@রিভিস্তাভিস্তাজো:#কুইটো লিম্পিসিটো।RT @revistavistazo: #Quito Limpinha.
28ঐতিহাসিক শহরতলী থেকে ফুটপাতে আটকে থাকা ২০০,০০০ টুকরা চুইংগাম অপসারণের প্রচারণা চলছে!! দারুণ!Campanha para retirar em torno de 200.000 chicletes pregados no chão do Centro Histórico || incrível!
29নীচের ভিডিওটি প্রদর্শন করছে “ইটো লিম্পিহসিহিটোহ” শহরটিকে পরিষ্কার রাখার উদ্যোগ, যা এক অগ্রগামী এক চিন্তা, এটি তরুণ এবং প্রবীণদের শুভ কামনা জানায় এবং উভয়কে একত্রিত করে।Como mostra o vídeo a seguir, “Quito Limpinha” é uma iniciativa de limpeza da cidade que movimenta ideias, vontades e junta os mais novos e os mais velhos.