# | ben | por |
---|
1 | ভারত: ভিডিও প্রদর্শনীর পর সমকামী সম্প্রদায়ের প্রতি সমর্থন | Índia: Demonstração de apoio à comunidade gay |
2 | ভারতের রায়পুরে পরিবর্তনের জন্য নাগরিক ভিডিওর ক্ষমতা প্রমাণিত হয়েছে। | O poder dos vídeos-cidadãos de promover mudança tem sido comprovado em Raipur, Índia. |
3 | সমকামী সম্প্রদায় যে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন এবং তাঁদের প্রতি যে বৈষম্য করা হয় তা ভিডিওচিত্রের মাধ্যমে প্রদর্শনের পর বিভিন্ন শ্রেনী-পেশা থেকে আসা দর্শকরা সমস্যার সম্যক উপলব্ধি করেন এবং সমকামীদের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। | A projeção de um vídeo que mostra as dificuldade enfrentadas pela comunidade gay permitiu aos membros da audiência, de origens diversas, relatar a discriminação e demonstrar seu apoio por meio de uma manifestação pacífica. |
4 | ইন্ডিয়া আনহার্ড লোগো | Logomarca da India Unheard |
5 | ভিডিও ভলান্টিয়ার এবং ইন্ডিয়া আনহার্ড -এর নাগরিক সাংবাদিক শরত নাকভী নির্মিত ছত্তিশগড়ের সমকামীদের অস্তিত্ব অনুসন্ধানের এ ভিডিওটি রায়পুরে প্রদর্শিত হয়। | O jornalista cidadão da Video Volunteer e India Unheard [En para todos os links] Sarwat Naqvi projetou em Raipur seu vídeo sobre a procura por identidade na comunidade gay de Chhattisgarh. |
6 | এ ভিডিওতে সমকামী ও হিজড়াদের প্রতি বৈষম্য, যৌন নিপীড়ন এবং অস্তিত্বের সংকটের মত কিছু সমস্যাকে তুলে ধরা হয়েছে। | O vídeo revelou como a discriminação, o abuso sexual e a ausência de identidade são apenas alguns dos problemas enfrentados por homossexuais e eunucos, que alguns consideram o “terceiro gênero da Índia“. |
7 | সমকামী ও হিজড়াদের ভারতের ‘তৃতীয় লিঙ্গ' হিসেবে বিবেচনা করা হয়। শরত স্থানীয় মহিলা ইউনিয়ন সমতা মায়লা মণ্ডলের সহায়তায় ভিডিও প্রদর্শনের ব্যবস্থা করেন। | Sarwat organizou a exibição com o sindicato local de mulheres Samata Mayla Mandal, e um total de 45 pessoas apareceram, incluindo homossexuais, transgêneros e pessoas da comunidade que apenas desejavam estar informadas sobre o tema. |
8 | সমকামী ও হিজড়া সহ প্রায় ৪৫ জন দর্শক উপস্থিত ছিলেন এর মধ্যে স্থানীয় দর্শক ছিলেন যারা বিষয়টি সম্পর্কে জানতে আগ্রহী। | Os resultados foram positivos: membros da comunidade aprenderam sobre assuntos que afetam esta população tradicionalmente invisível e foram mobilizados para agir. |
9 | ফলাফল ছিল ইতিবাচক: সমাজের লোকেরা ঐতিহ্যগতভাবে এ অদৃশ্যমান দলের (সমকামী ও হিজড়া) বিভিন্ন বিষয় যা তাঁদের উপর ক্ষতিকর প্রভাব ফেলে সে সম্পর্কে জানতে পারে এবং তাঁদের পক্ষে কাজ করতে উৎসাহিত হয় এবং যে সব সমকামী এ ভিডিওটির দর্শক ছিল তাঁরা তাঁদের অধিকার সম্পর্কে মত প্রকাশে সমগ্র সমাজে কাজ করতে আরও বেশি সচেষ্ট হয় । | |
10 | ইন্ডিয়া আনহার্ড হল কমিউনিটি সংবাদ সার্ভিস। এখানে ভিডিও ভলান্টিয়ার দ্বারা কমিউনিটি সংবাদদাতা নেটওয়ার্ক গড়ে তোলা হয়। | Homossexuais que assistiram ao vídeo foram empoderados para se tornar parte dos esforços de defesa dos seus direitos e trabalhar por uma comunidade mais inclusiva. |
11 | ভিডিও ভলান্টিয়ারগণকে তাঁদের নিজের কমিউনিটির সে সব কথা বলার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয় যা সাধারণতঃ অন্য প্রচার মাধ্যমে বলা হয় না। | IndiaUnheard é uma comunidade de serviços de notícias conduzida por vídeo-voluntários, que treina uma rede de correspondentes para contar as histórias sobre suas próprias comunidades, não divulgadas usualmente em outras mídias. |
12 | ইন্ডিয়া আনহার্ডের কমিউনিটি প্রতিনিধি, ছবি ফ্লিকার ব্যবহারকারী ভিডিও ভলান্টিয়ারস (ভিভি) (সিসি- এস এ ২. ০)। | Correspondente comunitário para a India Unheard. Imagem cedida pelo usuário de Flickr Video Volunteers(VV) (CC BY-SA 2.0). |