Sentence alignment for gv-ben-20110619-18119.xml (html) - gv-por-20110908-23449.xml (html)

#benpor
1ই ডে: সেলিব্রেটিদের প্রিয় শব্দ আবিষ্কারDia E: Descobrindo as Palavras Favoritas das Celebridades
2গায়িকা শাকিরা, অভিনেতা গেল গার্সিয়া বার্নেল, পাচক ফেররান আদ্রিয়া এবং লেখক মারিয়ো ভার্গাস ইয়োসা এদের মধ্যে মিল কোথায়?O que a cantora Shakira, o ator Gael Garcia Bernal, o chefe de cozinha Ferran Adria e o escritor Mario Vargas Llosa têm em comum?
3তারা এবার ৩০ জন সেলিব্রেটির একটি দলের অংশ, যারা ভিডিওর মাধ্যমে তাদের প্রিয় স্প্যানিশ শব্দের কথা জানাচ্ছে।Todos eles fazem parte do grupo de 30 celebridades que compartilharam, através de vídeos, suas palavras favoritas em espanhol, como parte das comemorações para o ‘Dia E', organizadas pelo Instituto Cervantes.
4সারভেন্তাস ইন্সটিটিউট নামক প্রতিষ্ঠানের ই ডে নামক বিশেষ দিবস উদযাপনের এক উদ্যোগ হিসেবে এই ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।O Instituto Cervantes organiza celebrações à língua espanhola em uma série de eventos culturais e educacionais que acontecem em suas sedes por todo o mundo no fim de semana mais próximo ao Solstício de Verão.
5ই ডে উদযাপনের জন্য প্রস্তুতিEste ano, a data foi em 18 de junho.
6সারভেন্তাস ইনিস্টিটিউট অফ স্প্যানিশ নামক প্রতিষ্ঠানটি স্প্যানিশ ভাষা উদযাপন সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নেয়।
7এটি উপলক্ষ্যে সারা বিশ্বে এক সংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রম এই প্রতিষ্ঠান আয়োজন করে, ঠিক সামার সলিস্টিক বা গ্রীষ্মকালীন সময় শুরুর প্রথম দিনে (সামার সলিস্টিক-যে দিনটিতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে ঝুঁকে পড়ে)।
8আর এবার এই দিনটি শুরু হবে জুনের ১৮ তারিখে।Tudo pronto para comemorar o Dia E
9তাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানটি সারা বিশ্বের স্প্যানিশভাষী জনগোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়, যারা তাদের প্রিয় শব্দের ভিডিওর জন্য ভোট প্রদান করতে এবং এই সাইটে তারা অন্য ব্যক্তিদের সাথে শব্দ জব্দ (ক্রশ ওয়ার্ড) খেলতে পারবে।Através de seu site, o Instituto conseguiu conquistar o interesse dos hispanófonos ao redor do mundo, os quais votam em seus vídeos favoritos e jogam palavras-cruzadas com outros visitantes do site para concorrer a uma viagem com acompanhante para Andaluzia, na Espanha.
10বিজয়ী ব্যক্তি স্পেনের আন্দালুসিয়ায় দুদিনের এক ভ্রমণের সুযোগ পাবে।Os vídeos das celebridades falando suas palavras favoritas tornaram-se uma das principais atrações para divulgar o evento.
11তবে এবার যে সমস্ত ভিডিওতে সেলিব্রটিরা তাদের প্রিয় শব্দ উচ্চারণ করেছে তা জনগণের কাছে এক অন্যতম প্রিয় বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমনকি সে সমস্ত দেশগুলোতে যেখানে সারভেন্তাস ইনিস্টিটিউটের কোন উদযাপন অনুষ্ঠান নেই, সেখানেও এই সমস্ত ভিডিওগুলো প্রদর্শিত হচ্ছে।
12উদযাপন যখন তার তৃতীয় বর্ষে পা দিচ্ছে, তখন আমরা ৩০ জন সেলিব্রেটির সমর্থন এবং অংশগ্রহণের সাথে এগিয়ে যাচ্ছি, যারা বিভিন্ন বৈচিত্র্যময় পেশা থেকে আসা দক্ষ ব্যক্তি, তারা আমাদের জানাচ্ছে স্প্যানিশ ভাষায় কথা বলার অর্থ তাঁদের কাছে কি।
13যে কারণে আমরা সকল স্প্যানিশভাষী ব্যক্তিদের উৎসাহ প্রদান করছি যেন তারা এই উদ্যোগে অংশ নেয় যে, আমরা যে ভাষায় কথা বলি, আমাদের কাছে সেই ভাষার সবচেয়ে জনপ্রিয় শব্দটি যা তাদের বিবেচনায়ও প্রিয়, তাকে যেন তারা বেছে নেয়।
14এখানে প্রদর্শিত সকল ভিডিওর শিরোনাম স্প্যানিশ ভাষায় লেখা।E, nos países onde não haverá nenhuma comemoração do Instituto Cervantes, os vídeos vêm sendo exibidos na televisão:
15যদি আপনি তা অন্য ভাষায় পাঠ করতে চান তাহলে দয়া করে ইউটিউব ভিডিওর ভাষা নামক শিরোনামে গিয়ে যে ভাষায় তা শুনতে চান, সেই ভাষার উপর ক্লিক করুন।Nesta terceira edição, contamos com o apoio e a participação de trinta celebridades das mais variadas áreas de conhecimento, que compartilharam conosco o que significa para elas falar espanhol.
16কলম্বিয়ার শিল্পী শাকিরা তার গান এবং নাচ দিয়ে দিয়ে সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছেন।
17মাত্র কিছুদিন আগে ফুটবল বিশ্বকাপের সময় তার ওয়াকা ওয়াকা গানটি স্টেডিয়ামে ভুভুজেলা নামক বাঁশী এবং সারা বিশ্বের ঘরে ঘরে এক সঙ্গী হয়ে উঠেছিল।É por isso que encorajamos todos os hispanófonos a participarem desta iniciativa, elegendo uma palavra do nosso idioma dentre aquelas que nossos famosos consideraram como suas prediletas.
18এই ভিডিওতে, সে ব্যাখ্যা করছে কেন “মেলিফ্লুয়স” [সুমধুর] নামক শব্দটি তার কাছে স্প্যানিশ ভাষার সবচেয়ে প্রিয় শব্দ।Todos os vídeos possuem legendas em espanhol: se você quiser ler as legendas em outro idioma, por favor, clique na opção ‘traduzir legendas' no vídeo do YouTube.
19অনেকে হয়ত মেক্সিকোর অভিনেতা গেল গার্সিয়া বার্নেল স্মরণ করতে পারেন, ইনি হচ্ছেন মোটর সাইকেল ডায়রি নামক ছবির সেই চে গুয়েভারা, আবার মাইকেল গনড্রাই-এর ছবি “দি সায়েন্স অফ স্লিপ”; ছবির, খ্যাপাটে স্টেফান।A artista colombiana Shakira tornou-se mundialmente famosa por suas músicas e dança, e, mais recentemente, em razão da copa do mundo, onde a música Waka Waka acompanhava as Vuvuzelas nos estádios e nas casas em todo o mundo.
20এই উদ্যোগের প্রেক্ষাপটে, তার প্রিয় স্প্যানিশ শব্দ হচ্ছে “কুইরেটারো” (মেক্সিকোর একটি শহরের নাম- যার আরেক অর্থ- নীল উভচরদের আবাসস্থল)।
21তার এই প্রিয় শব্দ তার প্রতি সেই সব ব্যবহারকারীদের সমর্থন এনে দিয়েছে যারা এই শব্দটিকে ভোট দিয়েছে।Neste vídeo, ela explica por que “melíflua” é a sua palavra favorita em espanhol.
22তার এই শব্দের সপক্ষে হাজার খানেক ভোট পড়েছে। স্প্যানিশ বাবুর্চি ফেররান আদ্রিয়াকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাবুর্চি হিসেবে বিবেচনা করা হয় এবং তার রেস্টুরেন্ট এল বুলিকে সৃষ্টিশীল খাবার তৈরি এবং রান্নার সেরা তালিকায় রাখা হয়েছে।As pessoas provavelmente se lembram do ator mexicano Gael Garcia Bernal interpretando Che, em Diários de uma Motocicleta, ou como o excêntrico Stéphane no filme “A Ciência do Sono”, de Michel Gondry: nessa disputa, sua palavra favorita, “Querétaro”, rendeu-lhe o apoio de internautas que deram milhares de votos em seu favor.
23মূলত খাবারের উপাদানকে নতুনভাবে বিন্যাস করা এবং স্বাদকে অক্ষুন্ন রেখে খাবারের চেহারায় পরিবর্তন আনার কারনে সে তার এই সম্মান অর্জন করেছে । এই ক্ষেত্রে তার বেছে নেওয়া শব্দ দৃশ্যত খাবার এবং রান্নার প্রতি তার মনোভাব তুলে ধরছে।O chef espanhol Ferran Adria foi considerado o melhor cozinheiro do mundo, e seu restaurante, El Bulli, lidera os rankings com sua abordagem inovadora a respeito dos alimentos e da gastronomia, a qual desconstrói os elementos e transforma as texturas, ao mesmo tempo em que mantém os sabores.
24তার প্রিয় শব্দ হচ্ছে আত্মা (সোল)। পেরুর লেখক মারিও ভার্গাস ইয়োসা ২০১০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন।A palavra escolhida por ele parece refletir sua relação com os alimentos e a gastronomia: alma.
25অবশ্য এই দশক প্রায় সবসময় এই পুরস্কারের তালিকা তার নাম থাকত।O escritor peruano Mario Vargas Llosa recebeu o Prêmio Nobel de Literatura em 2010, após décadas de constantes indicações.
26তার রাজনৈতিক জীবন এবং উদ্দীপনা অনুসারে, সারভেন্তাস ইনিস্টিটিউট-এর এই উদ্যোগের জন্য তার বেছে নেওয়া শব্দ হচ্ছে “স্বাধীনতা”।Em conformidade com sua carreira e aspirações políticas, a palavra que escolheu para o Instituto Cervantes foi “liberdade”.
27অন্যান্য ব্যক্তিত্ব যেমন, অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডারাস, গায়ক আলেজান্দ্রো সানজ, গায়কা চেয়ানে, লেখিকা ইসাবেলা আয়েন্দে, অন্যদের সাথে তাঁদের পছন্দের শব্দটি প্রকাশ করেছেন।Outras personalidades, como o ator Antonio Banderas, o cantor Alejandro Sanz, o cantor Chayanne, a escritora Isabel Allende, entre outros, também contribuíram com suas palavras preferidas.
28এই লিঙ্কের মাধ্যমে আপনারা মনোনীত শব্দ দেখতে পাবেন এবং আপনার শব্দটিকে ভোট দিন নামক এই লিঙ্কের মাধ্যমে আপনার পছন্দের শব্দটিকে ভোট দিতে পারবেন।Você pode conferir os vídeos e ver os votos nas palavras favoritas pelo link Vote em sua Palavra [es].
29এই বছর ১৮ জুন ২০১১ তারিখে উদযাপন হতে যাওয়া এবং একই সাথে গতবছর পালিত হওয়া অনুষ্ঠানের ছবি আপনার তাদের ফ্লিকার পাতায় দেখতে পাবেন।Na página do Flickr, estão as fotos do trabalho de preparação para as comemorações no dia 18 de junho, bem como as fotos dos eventos dos anos anteriores.