Sentence alignment for gv-ben-20090124-1573.xml (html) - gv-por-20090123-1527.xml (html)

#benpor
1উগান্ডা: পাহাড়ী গরিলার সংখ্যা হয়তো কমে আসছেUganda: População de gorila-das-montanhas pode ter diminuído
2আমরা সব সময় জেনে এসেছি যে এখনও পৃথিবীর বিভিন্ন জঙ্গলে ৭০০ পাহাড়ী গরিলা (আকারে সবচেয়ে বড় এবং শক্তিশালি গরিলা) জীবিত আছে, যার মধ্যে ৩৩৬ টি বর্তমানে বাস করছে উগান্ডায়।Como todos sabemos, existem cerca de 700 gorilas-das-montanhas ainda vivendo em habitat natural - 336 deles estão na Uganda - mas uma nova pesquisa publicada pelo jornal especializado New Scientist [en] indica que essa estatística pode ser um pouco otimista demais.
3কিন্তু নিউ সায়েন্টিষ্ট পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধ নির্দেশ করছে সংখ্যাটি যতটা আশা করা হয়েছিল তার চেয়ে কমই।Os 336 indivíduos que estimadamente vivem no Parque Nacional Impenetrável de Bwindi, na Uganda, foram calculados usando um método que conta a quantidade de ninhos que os majestosos primatas constroem a cada noite.
4ধারণা করা হয় ৩৩৬ টি গরিলার বাস উগান্ডার বুইন্ডি সংরক্ষিত জাতীয় পার্কে।
5সেখানে গরিলার সংখ্যা পরিমাপের জন্য এক বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে দেখা হয় এই রাজকীয় বানর প্রজাতিরা প্রতিরাতে কতটি বাসা বানায়।A nova pesquisa agora mostra que esse método pode ter superestimado o número de indivíduos na população, uma vez que gorilas fazem mais de um ninho por noite.
6এখন নতুন এক গবেষণা ধারণা দিচ্ছে যে বাসা দিয়ে গরিলা গোনার পদ্ধতিতে গরিলার সংখ্যা বেশী ধারণা করা হতে পারে, বিশেষ করে যখন একটি গরিলা এক রাতে একের বেশী বাসা বানাতে পারে।
7পাওলা কাহুমবু গরিলা রক্ষা ব্লগে লিখছেন এই রিপোর্ট সমন্ধে:Paula Kahumbu, escrevendo no blogue Gorilla Protection [en], fala sobre o relatório:
8সম্প্রতি জার্মানির লাইপজিগে অবস্থিত ম্যাক্স প্লাঙ্ক ইনিস্টিউিট ফর এভালিউশনারি এনথ্রোপোলজির ক্যাটেরিনা গুসচেনস্কি গরিলার মল থেকে পাওয়া ডিএনএ পরীক্ষা করে আবিস্কার করেছেন আসলে অনেক কম মাউন্টেন গরিলা অবিশিষ্ট রয়েছে।
9তিনি ৩০২ টি আলাদা জেনেটিক কোড বা জীনের ধারক বিশিষ্ট গরিলা পেয়েছেন।
10তিনি ধারনা দেন বাসা হিসেব করে গরিলার সংখ্যা বের করার মধ্যে দিয়ে পরিমানের চেয়ে বেশী গরিলা জীবিত আছে বলে ধরে নেওয়া হয়েছে, কারণ কিছু গরিলা এক রাতে একের বেশী বাসা বানায়।
11এর আগে ২০০৭ সালে এক ডিএনএ গবেষণায় দেখা গেছে এই এলাকায় ৩৪০ টি গরিলা রয়েছে। এই ঘটনা একটা ধারণা দিচ্ছে যে বুইন্ডি বাসীর গরিলার সংখ্যা শতকরা ১০ ভাগ কমে গেছে।Testes recentes de DNA no esterco foram conduzidos por Katerina Guschanski do Instituto Max Planck para o Progresso da Ciência de Liepzig, na Alemanha, …revelando que na verdade há muito menos gorilas-das-montanhas.
12তবে বিজ্ঞানীরা সর্তক এবং এখনই গরিলার জনসংখ্যা কমে যাওয়া বা স্থির থাকার ঘোষণা দিতে রাজী নয়। পাওলা বলেন:Ela encontrou provas de 302 códigos genéticos diferentes ou gorilas individuais, o que sugere que o método de contagem de ninhos superestimou o tamanho da população já que alguns gorilas fazem mais de um ninho.
13বুইন্ডির এই গরিলা জনগোষ্ঠী কমে যাওয়া কোন ভালো সংবাদ নয়।Uma pesquisa anterior de DNA, em 2007, [en] calculou a população em 340 indivíduos.
14তবে এটি সত্যি যে বুইন্ডির গরিলা জনগোষ্ঠী ক্রমশ: কমে আসছে।Isso indica que a população em Bwindi sofreu um declínio de 10%.
15এটি আসলে পাহাড়ী গরিলাদের জন্য দু:সংবাদ। ধারণা করা হচ্ছে সারা পৃথিবীতে এখন কেবল ৭০০ টি পাহাড়ী গরিলা টিকে আছে।Os cientistas estão, no entanto, cautelosos e não se mostram prontos para afirmar que a população está em declínio, ou estável.
16বিষয়টি জানায় যে গোটা পৃথিবীর গরিলার সংখ্যা শতকরা ৫ ভাগ কমে এসেছে।Se a população de Bwindi realmente diminuiu, então não se trata de boa notícia. Segundo Paula:
17২০০৯ এর ২রা জানুয়ারীতে লর্ডস রেজিস্ট্যান্স আর্মি (এলআরএ) গারাম্বা ন্যাশনাল পার্কে আক্রমণ করার পর মৃত্যু সংখ্যা এখন পর্যন্ত বেড়ে ১০-এ এসেছে।
18পূর্বে এ সম্বন্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে ১৪ জানুয়ারী এবং ১১ জানুয়ারীতে। বারাজা ব্লগে প্রকাশিত সংবাদ অনুয়ায়ী তিনজন এখনও নিখোঁজ।Se for verdade que a população de Bwindi está encolhendo, então trata-se de uma notícia ruim para os gorilas-das-montanhas - estima-se que existam apenas 700, essa pesquisa sugere uma queda de pelo menos 5% da população global.
19পরিস্থিতির শিকারদের চিহ্নিত করা হয়েছে এবং যারা মারা গেছে, আহত হয়েছে এবং হারিয়ে গেছে বারাজা তাদের জন্য এক বিশেষ ব্লগ পোস্ট করে তাদের তালিকা তৈরী করেছে।Enquanto isso, o número de mortos no ataque de 2 de janeiro de 2009 por parte do Lords Resistance Army (LRA) no Parque Nacional de Garamba aumentou para 10 desde que relatamis o acontecido em 14 de janeiro e em 11 de janeiro. Três pessoas ainda estão desaparecidas, como noticiado no blogue Baraza.
20গেরিলা রক্ষা ব্লগ লরা এনকুনডার আটক হওয়া নিয়ে মন্তব্য করেছে।As vítimas também foram identificadas nessa mesma entrada do blog Baraza, que lista aqueles que morreram, foram feridos ou estão desaparecidos.
21কঙ্গোর দলত্যাগী এই জেনারেল এবং বিদ্রোহী নেতাকে রুয়ান্ডার সামরিক বাহিনী গ্রেফতার করে। এই ঘটনাটিও আসলে গেরিলা সংরক্ষণের জন্য ভালো।O blogue Gorilla Protection também comentou sobre a prisão de Laurent Nkunda [en], general desertor e líder rebelde do Congo, por parte de forças ruandesas, como foi noticiado pela BBC, o que na verdade pode vir a ser uma boa notícia para a preservação dos gorilas.