# | ben | por |
---|
1 | ভেনেজুয়েলাঃ মাহমুদ আহমাদিনেজাদের ভ্রমণ বিতর্কের সৃষ্টি করেছে | Venezuela: A Visita de Mahmud Ahmadinejad Suscita Controvérsia |
2 | রোববার, ৮ জানুয়ারি,২০১১ তারিখে ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদ ভেনেজুয়েলায় এসে পৌঁছে। পর্যায়ক্রমে নিকারাগুয়া, কিউবা এবং ইকুয়েডর ভ্রমণের ক্ষেত্রে ভেনেজুয়েলা হচ্ছে তার প্রথম যাত্রা বিরতি। | O presidente do Irã, Mahmud Ahmadinejad, chegou na Venezuela [en] no domingo, dia 8 de janeiro, em sua primeira parada de um tour que continuará por Nicarágua, Cuba e Equador. |
3 | তার এই ভ্রমণ দেশটির সামাজিক প্রচার মাধ্যমে প্রচণ্ড বিতর্কের সৃষ্টি করেছে, যেখানে ব্যবহারকারীরা প্রশ্ন করছে যে তার এই ভ্রমণ এই জাতীর জন্য কোন লাভ বয়ে আনবে কিনা। | Sua visita provocou fortes reações nas redes sociais, onde usuários questionaram se a sua presença trará algum benefício para o país. |
4 | টুইটারে, বেশ কয়েকজন ব্যবহারকারী ভেনেজুয়েলায় আহমাদিনেজাদের উপস্থিতি এবং দেশটির সরকার দ্বারা তাকে স্বাগত জানানোর ব্যাপারে সমালোচনা করেছে। | No Twitter, alguns criticam a presença de Ahmadinejad e a acolhedora recepção proporcionada pelo governo venezuelano. |
5 | লুইস কার্লোস ডিয়াজ (@লুইসকার্লোস)লিখেছে[ স্প্যানিশ ভাষায়] : | Luis Carlos Díaz (@LuisCarlos) [es] escreve: |
6 | আহমাদিনেজাদ-এর ভ্রমণ সম্বন্ধে আনুষ্ঠানিকভাবে তেমন বলার কিছু নেই, মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্বন্ধে অনেক কিছু বলার আছে। | Diz muito sobre o Ministério da Mulher não ter se pronunciado sobre a visita de Ahmadinejad |
7 | মাহমুদ আহমাদিনেজাদ, ছবি ফ্লিকার ব্যবহারকারী পারমিদা রাহমির (সিসি বাই ২. ০) ব্লগার কার্লোস বোউজা (@কার্লোসবাউজা) [স্প্যানিশ ভাষায়] ধারনা দিচ্ছেন যে, আহমাদিনেজাদের এই সফর ভেনেজুয়েলার আগামী রাষ্ট্রপতি নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে। | Blogger Carlos Bauza (@CarlosBauza) [es] sugere que a visita de Ahmadinejad poderá ter influência sobre as eleições presidenciais venezuelanas que estão por vir, enquanto Garcilaso Pumar (@garcilasop) [es] tweeta: |
8 | এদিকে গার্সিলাসো পুমার (@গার্সিলাসোপ) [স্প্যানিশ ভাষায়] টুইট করেছেন : | Mahmud Ahmadinejad é um tirano retrógrado, assassino e misógino. |
9 | মাহমুদ আহমাদিনেজাদ এক পশ্চাৎপদ চিন্তাধারা স্বৈরশাসক, খুনী এবং নারীবিদ্বেষী। | Chávez é um idiota que espera ser tudo isso. #comodevidorespeito |
10 | শ্যাভেজ একজন বোকা মানুষ, যে কিনা এসবের কারণে উত্তেজিত। #ইউথআলডিউরেস্পেক্ট | Mahmoud Ahmadinejad, image by Flick user Parmida Rahimi (CC BY 2.0) |
11 | অন্যরা, ইরানের রাষ্ট্রপতিকে এই দেশ ত্যাগ করার দাবি জানানোর জন্য #ফুয়েরাআহমাদিনেজাদদেভজলা নামক হ্যাশট্যাগ ব্যবহার করেছে। | Outros estão usando a hashtag #FueraAhmadinejadDeVzla, demandando que o presidente do Irã deixe o país. |
12 | যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ব্যবহারকারী @পেরিকোরেইপেয়াদো২৪, আহমাদিনেজাদের ন্যায়বিচার-এর ধারনার প্রতি সমালোচনা করেছে : | O usuário @PericoRipeado24, por exemplo, critica o senso de justiça de Ahmadinejad : |
13 | #আউটআহমাদিনেজাদদেভজলা (আহমাদিনেজাদ চলে যাও), কারণ যখন আপনার দেশের নাগরিক, বেঁচে থাকার জন্য খাবার চুরি করে, তখন আপনি মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে ন্যায়বিচার সাধন করেন। | #ForaAhmadinejaddeVzla Porque sua justiça é feita na forca, enquanto seu povo rouba para comer. |
14 | অন্যদিকে, যে সমস্ত নেট নাগরিক রাষ্ট্রপতি শ্যাভেজকে সমর্থন করে, তারা আহমাদিনেজাদের এই ভ্রমণকে স্বাগত জানিয়েছে: | Enquanto isso, internautas que apoiam o presidente Chávez tweetam, acolhendo Ahmadinejad: |
15 | আহমাদিনেজাদ, ভেনেজুয়েলা, কিউবা, নিকারাগুয়া এবং ইকুয়েডোর ভ্রমণের সাহস প্রদর্শন করেছেন, যা মূল্যায়নের যোগ্য, যে সমস্ত দেশগুলো এক সময় যুক্তরাষ্ট্রে পশ্চাৎ ভুমি [দখলে] ছিল, আজ যারা স্বাধীন রাষ্ট্র। | A coragem de Ahmadinejad de visitar Venezuela, Cuba, Nicarágua e Equador merece ser reconhecida, ontem [esses países eram] o “quintal” dos Estados Unidos, hoje [eles são] países soberanos. |
16 | ইসলামিক প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদ-এর আগমনকে স্বাগতম, ইরানী বিপ্লবের নেতা তোমায়, ভেনেজুয়েলার বিল্পবী সালাম। | Bem-vindo Mahmud Ahmadinejad Presidente da República Islâmica do Irã, Líder da Revolução iraniana. Os revolucionários venezuelanos te saúdam. |
17 | কমরেড মাহমুদ আহমাদিনেজাদকে, সাইমন বলিভারের ভুমিতে স্বাগতম, একটি মুক্ত দেশ, স্বাধীন এবং সাম্যবাদের দেশে…… আসুন বিরোধীদের প্রতি একটা অট্টহাসি দেই। | Camarada Mahmud Ahmadinejad seja bem-vindo à terra de Bolívar, à pátria livre, soberana e socialista… Deixe a esquálida [oposição] gritar! |
18 | কারাকাসে, আহমাদিনেজাদের এটা পঞ্চম ভ্রমণ, “বিশাল এক পারমাণবিক বোমা” নিয়ে রসিকতা করার পর, সোমবার ৯ জানুযারি তারিখে তার এই ভ্রমণের পরিসমাপ্তি ঘটে, এই সময়ের মধ্যে তিনি বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন, যার মধ্যে ন্যানো বিজ্ঞান এবং ন্যানোপ্রযুক্তি নিয়ে পারস্পরিক সহযোগিতা এবং এই ক্ষেত্রে শিক্ষক বিনিময়ের জন্য বেশ কয়েকটি স্মারক স্বাক্ষর করা হয়েছে। | Esta é a quinta visita de Ahmadinejad a Caracas. Após brincar sobre “grandes bombas atômicas” [en], sua visita terminou na segunda-feira, dia 9 de janeiro, com a assinatura de uma série de acordos bilaterais, incluindo um Memorando de Entendimento para cooperação tecnológica na formação em nanociência e nanotecnologia, e o intercâmbio de professores deste campo. |