Sentence alignment for gv-ben-20080719-1069.xml (html) - gv-por-20080717-1153.xml (html)

#benpor
1গ্লোবাল ভয়েসেস তাদের নতুন নির্বাহী পরিচালক আইভান সিগালকে পরিচয় করিয়ে দিচ্ছেGlobal Voices apresenta o novo diretor executivo: Ivan Sigal
2আমরা আনন্দের সাথে ঘোষনা করছি যে আইভান সিগাল গ্লোবাল ভয়েসেসের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেছেন।Ficamos muitos felizes em anunciar que Ivan Sigal é o novo Diretor Executivo do Global Voices.
3আইভান ইউএস ইনস্টিটিউট অফ পিস এ কার্যরত ছিলেন যেখানে বিশ্বের সংঘাতপূর্ণ স্থানগুলোর নাগরিক সাংবাদিকতা সম্পর্কে গবেষণা করছিলেন।Ivan vem do US Institute of Peace [Instituto da Paz dos Estados Unidos, en], onde pesquisava mídia cidadã em partes do planeta propensas a conflitos.
4এই সংস্থার পূর্বে বেশ কয়েক বছর তিনি ইন্টারনিউজ এ কাজ করেছেন, যা একটি আন্তর্জাতিক মিডিয়া উন্নয়ন সংস্থা।Antes do USIP, Ivan passou vários anos no Internews [en], uma organização internacional de desenvolvimento da mídia.
5সেখানে তিনি পূর্ববর্তী সোভিয়েত ইউনিয়নের বেশ কিছু প্রকল্পে কাজ করেছেন, মধ্য এশিয়া এবং আফঘানিস্তান অঞ্চলের আঞ্চলিক পরিচালক ছিলেন, এশিয়া অঞ্চলের পরিচালক ছিলেন এবং পাশাপাশি ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের (মিডিয়ার) উন্নয়নের উপর কাজ করেছেন।No Internews, Ivan trabalhou em projetos voltados para a ex-União Soviética, e foi Diretor Regional da Ásia Central e Afeganistão, Diretor Regional da Ásia, e trabalhou com desenvolvimento para a América Latina e Caribe.
6আইভান সিগাল ও জর্জিয়া পপলওয়েল - গত বুদাপেস্ট গ্লোবাল ভয়েসেস ২০০৮ সামিটে উভয়ের ছবি তুলেছেন বোর্ডের সদস্য জোই ইতো।
7গ্লোবাল ভয়েসেস গত এক বছর ধরে একজন উপযুক্ত নির্বাহী পরিচালক খুঁজছিল যার হাতে এর ব্যবস্থাপনার দায়িত্ব উদ্যোক্তাদ্বয় রেবেকা ম্যাকিনন এবং ইথান জুকারম্যান স্থানান্তর করবেন।Global Voices estava a procura de um Diretor Executivo desde o ano passado, para fazer a transição do gerenciamento do projeto das mãos dos co-fundadores Rebecca MacKinnon e Ethan Zuckerman.
8গত ফেব্রুয়ারীতে আমাদের ব্যবস্থাপনা সম্পাদক জর্জিয়া পপলওয়েলকে আমরা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দিয়েছিলাম, যিনি আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিদিনের কাজগুলো পরিচালনা করেন।Em fevereiro, Georgia Popplewell, que era então Editora-Geral, foi promovida a Diretora-Gerente, posição na qual ela gerencia operações cotidianas para nossa comunidade internacional.
9আইভান জর্জিয়ার সাথে কাছে থেকে কাজ করবেন এবং এই প্রকল্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো করবেন, পার্টনারশিপ, অর্থসংস্থান এবং প্রতিষ্ঠানটিকে আরও সংহত করবেন।Ivan e Georgia trabalhão juntos, se concentrando na estratégia do projeto a longo prazo, em parcerias, na arrecadação de recursos e sustenabilidade da organização.
10আমরা আনন্দিত এমন একজনের সাথে কাজ করার জন্যে যে সিটিজেন মিডিয়ার সম্ভাবনা সম্পর্কে খুবই আবেগপ্রবণ এবং বিশ্বের মিডিয়া সম্পর্কে ভাল জ্ঞান রাখে।Ficamos extasiados em ter a chance de trabalhar com alguém tão apaixonado pelo potencial da mídia cidadã, e com tanto conhecimento sobre o ambiente midiático global.
11আইভান একজন পুরস্কার-প্রাপ্ত ফটোগ্রাফার এবং বর্তমানে মধ্য এশিয়া সম্পর্কে একটি বই লিখছেন।Ivan é fotógrafo premiado, e no momento está trabalhando em um livro sobre a Ásia Central.
12বুদাপেস্টে আমাদের সাম্প্রতিক সামিটে তার ফটোগ্রাফী ওয়ার্কশপটি ব্লগারদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল।No nosso recente encontro em Budapest, sua oficina sobre fotografia para blogueiros foi uma das mais populares do evento.
13ইভান ব্লগ করেন ইভোনোটসে এবং আমরা পড়ার প্রতীক্ষায় আছি আগামী আগষ্টের মাঝামাঝি সময় থেকে শুরু তার নতুন দায়িত্ব সম্পর্কে তার কি মন্তব্য রয়েছে।Ivan bloga no Ivonotes [en], e esperamos ler em breve o que ele pensa desse novo passo na carreira, que começa no meio de agosto.
14গ্লোবাল ভয়েসেসে স্বাগতম, ইভান - আমরা আপনাকে পেয়ে আনন্দিত।Seja bem-vindo ao Global Voices, Ivan - ficamos felizes de termos você conosco.