Sentence alignment for gv-ben-20131104-39765.xml (html) - gv-por-20131104-47971.xml (html)

#benpor
1গ্লোবাল ভয়েসেসের সংস্পর্শে আসা!Encontro com o Global Voices!
2গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্যদের তাঁদের নিজ নিজ দেশের গুরুত্বপূর্ণ ঘটনার অনলাইন কথোপকথন, পোস্ট এবং অনুবাদগুলো নিয়মিত পড়ার পর আপনি মনে করতে পারেন, তাঁরা যেন দীর্ঘদিনের পুরনো বন্ধু।
3বোধ হয় আপনি তাঁদেরকে টুইটারেও অনুসরণ করতে পারেন।
4অথবা আপনি তাঁদের বিভিন্ন ডিজিটাল প্রকল্প এবং কার্যাবলী সম্পর্কেও জেনে থাকতে পারেন। এই ভার্চুয়াল যোগসূত্র নিঃসন্দেহে পৃথিবীটাকে আরো ছোট ভাবতে সাহায্য করছে।Quem lê regularmente artigos e traduções do Global Voices, nos quais os membros da comunidade escrevem sobre as conversas que se desenrolam no universo online dos seus países, pode ficar com a sensação que por trás das histórias que publicamos estão amigos de longa data.
5কিন্তু অফলাইনে পারস্পরিক ক্রিয়াকলাপ সম্পর্কে প্রাকৃতিক শক্তি-সম্পর্কীয় কিছু বিষয় এখনও রয়ে গেছে।Se calhar até acompanhas alguns destes autores e tradutores no Twitter ou estás a par de projectos e actividades digitais nos quais eles estão envolvidos.
6একমাত্র অফলাইনে এই পারস্পরিক ক্রিয়াকলাপই অনলাইন বন্ধনকে আরো মজবুত করতে সাহায্য করতে পারে।
7গ্লোবাল ভয়েসেসের সদস্যদের নেতৃত্বে এবং তত্ত্বাবধানে আমরা নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে ছয়টি বৈশ্বিক ব্যক্তি সাক্ষাতের আয়োজন করেছি।
8গ্লোবাল ভয়েসেসের সদস্যরা এদের সাথে থাকেন এবং এই স্থানীয় সম্প্রদায়কে চেনেন। যাই হোক, সামাজিক ঘটনাবলীর এই যোগসূত্রের চেয়েও এই জমায়েত আরো বেশি কিছু।Não há dúvida que as ligações virtuais ajudam a tornar o mundo um lugar mais pequeno, mas há qualquer coisa de elementar nas interacções offline que só pode favorecer o fortalecimento dos laços online.
9এটি অর্জিত জ্ঞান শেয়ার করার, দক্ষতা অর্জন এবং একই উদ্দেশ্য শেয়ার করা সঙ্গীদের মাঝে ভবিষ্যৎ সহযোগিতার একটি বড় সুযোগ। হয়তোবা কোন নাগরিক মাধ্যম প্রচার প্রকল্পের জন্য আপনার একটি ভাবনা আছে।Ao longo dos meses de Novembro e Dezembro estamos a organizar seis “meetups” (ou encontros) globais, em pessoa, dirigidos e facilitados por membros do Global Voices que vivem e conhecem as comunidades locais onde os encontros vão tomar lugar.
10হয়তোবা আপনি কোন সম্ভাব্য অংশীদারের খোঁজ পেতে চাইছেন।Queremos que cada um destes “meetups” seja muito mais do que um evento social de “networking”.
11অথবা সারা বিশ্বের দর্শক শ্রোতাদের জন্য হয়তোবা আপনি ডিজিটাল উপায়ে গল্প বলার কোন নতুন কৌশল শিখতে চাইছেন।Trata-se de uma oportunidade para partilhar conhecimento, desenvolver competências e encontrar formas de colaboração futura entre pessoas que partilham missões semelhantes.
12আপনি গ্লোবাল ভয়েসেসের কাজ সম্পর্কে এবং কীভাবে একজন স্বেচ্ছাসেবক হওয়া যায়, সে সম্পর্কেও আরো বেশী জানতে পারবেন।Talvez tenhas uma ideia para um projecto que tira partido das redes sociais online e estejas à procura de potenciais parceiros.
13একটি অর্ধ-দিবস অনুষ্ঠানের একটি অংশ, এগুলো এবং এগুলোর চেয়েও আরো বেশী কিছু হতে পারে।Ou podes estar interessado em aprender novas estratégias de comunicação online ou de “digital storytelling” para uma audiência global.
14প্রথমার্ধে সাক্ষাতের জন্য নির্বাচিত ছয়টি শহর হলঃTambém podes querer saber mais sobre o trabalho do Global Voices e sobre formas de colaborares.
15এই সাক্ষাৎ সকলের জন্য উন্মুক্ত। তবে, যারা এতে অংশ নিতে চান তাদের তা জানাতে হবে।É desta base que partimos para o que poderá fazer parte de um programa de meio dia.
16প্রতিটি সাক্ষাতের পরপরই আমরা একটি পোস্ট প্রকাশ করবো।As seis cidades para a primeira ronda de encontros são:
17এর সাথে সাথে একটি ফেসবুক ইভেন্টেও আমন্ত্রণ জানানো হবে। কীভাবে সাইন আপ করতে হবে এবং প্রস্তাবিত এজেন্ডা সম্পর্কে জানা যাবে, তাঁর সম্পর্কে সেখানে বিস্তারিত উল্লেখ করা থাকবে।Carachi, Paquistão - 1 de Novembro de 2013 Cairo, Egipto - 16 de Novembro de 2013 Campala, Uganda - 16 de Novembro de 2013 Skopje, Macedónia - 30 de Novembro de 2013 Porto, Portugal - 14 de Dezembro de 2013 Phonm Penh, Cambodja - A ser anunciado
18এই বিস্তারিত তথ্য সহকারে এই পোস্টগুলো আপডেটও করা হবে।Os “meetups” são gratuitos mas a inscrição é necessária.
19আমাদের রাইজিং ভয়েসেসের মাইক্রোগ্র্যান্ট প্রতিযোগিতা থেকে সাবেক আবেদনকারীদেরকে বিশেষ আমন্ত্রণও পাঠানো হবে।Para cada encontro vamos publicar um post e criar um evento no Facebook com mais detalhes sobre a forma de registo e o respectivo programa.
20সাবেক আমন্ত্রণকারীদের বেশিরভাগই উপরোক্ত শহরগুলো থেকে এসেছেন।Também vamos actualizar este mesmo post com detalhes sobre cada evento.
21এমনকি এগুলোর মধ্যে কোন একটি সাক্ষাতে যদি আপনার শহর তালিকাভুক্ত না হয়ে থাকে, তবে বরাবর অনুসরণ করতে, #জিভিমিটআপ - নামে আমরা একটি হ্যাশট্যাগও উদ্বোধন করতে যাচ্ছি।Alguns convites especiais vão ser enviados a candidatos passados aos concursos de micro-bolsas do Rising Voices que se encontram nestas cidades ou nas proximidades, e a outras iniciativas de “mídia cidadã” amigas do Global Voices.
22এই ছয়টি সাক্ষাৎ, একটি পাইলট প্রকল্পের অংশ।A “hashtag” que lançamos para partilhar actualizações sobre os encontros, mesmo para quem não pode estar fisicamente presente, é #GVMeetup.
23বিশ্বের সব প্রান্তে গ্লোবাল ভয়েসেসে আমাদের বিশাল সম্প্রদায় এই প্রজেক্টটিকে আবিষ্কারের উদ্দেশ্যে পথ খুঁজে, সঙ্গীদের শেখানোর কাজটিকে আরো সহজতর করতে সাহায্য করতে পারে।Estes seis encontros fazem parte de um projecto piloto que pretende explorar como é que a vasta comunidade do Global Voices, espalhada pelos quatro cantos do mundo, pode ajudar a facilitar processos de partilha e aprendizagem entre leitores, activistas, jornalistas cidadãos, amantes da comunicação online, organizações e outros pares, que se interessam por “citizen media”.
24পাঠক ও অন্যান্য ব্যক্তিদের এবং নাগরিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ক্ষেত্রের সংস্থাগুলো পরষ্পরের এই শিক্ষার বিনিময় ঘটাতে এই সাক্ষাৎ ভূমিকা রাখবে।
25আমরা আশা করছি, এই সাক্ষাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০১৪ সালে আমরা আরো সাক্ষাতের আয়োজন করতে পারবো!Esperamos aprender com esta experiência e poder vir a organizar mais encontros em 2014!
26ইতোমধ্যে, আরো তথ্যের জন্য দয়া করে রাইজিং [এ্যাট] গ্লোবালভয়েসেসঅনলাইন [ডট] ওআরজি ঠিকানায় লিখুন।Enquanto isso, para mais informações por favor escreve-nos para o endereço: rising [at] globalvoicesonline [dot] org.