# | ben | por |
---|
1 | ইকুয়েডরের রাজনৈতিক আশ্রয়ে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ | Equador Concede Asilo a Fundador do WikiLeaks Julian Assange |
2 | অনেক প্রত্যাশার পরে ইকুয়েডর ঘোষণা করেছে যে তারা উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় প্রদান করবে। | Depois de muito suspense [en], o Equador anunciou que irá conceder asilo político [en] ao fundador do WikiLeaks Julian Assange. |
3 | ১৬ই আগস্ট, ২০১২ তারিখ ইকুয়েডরের স্থানীয় সময় দুপুর ১টা এবং লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টায় ইকুয়েডরীয় পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনো এই ঘোষণা দেন। | O ministro de Relações Exteriores do Equador Ricardo Patiño fez o anúncio às 7 horas da manhã, horário do Equador - 13h no horário de Londres - no dia 16 de agosto de 2012. |
4 | এসাঞ্জের জন্যে ন্যায়বিচার যেমন ব্যাখ্যা করেছে: | Conforme o site Justiça para Assange [en] explica: |
5 | বর্তমানে অ্যাসাঞ্জ ইকুয়েডরীয় দূতাবাসের সুরক্ষার অধীনে রয়েছেন। | Assange se encontra atualmente sob a proteção da embaixada do Equador. |
6 | উইকিলিকসে তার কাজের মাধ্যমে জনস্বার্থে সত্য তথ্য প্রকাশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে নিগ্রহ, নির্যাতন বা মৃত্যুর একটি সুপ্রতিষ্ঠিত আশংকায় তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। | Ele pediu asilo com base em seus temores de ser perseguido, torturado ou condenado à morte nos Estados Unidos, devido à publicação de informação verídica envolvendo assuntos de interesse público através do seu trabalho com o WikiLeaks. |
7 | নাগরিক সাংবাদিক জেমস আলবারি (@আলবারিজে) লন্ডনের ইকুয়েডরীয় দূতাবাসের বাইরে থেকে সরাসরি-ঘটনাপ্রবাহ জানাচ্ছেন। | O jornalista cidadão James Albury (@alburyj) tem transmitido um live-stream direto do exterior da embaixada do Equador em Londres. |
8 | টুইটার অ্যাকাউন্ট অ্যাসাঞ্জের জন্যে ন্যায়বিচার (@সুইডেনবনামঅ্যাসাঞ্জ) লিখেছে: | O perfil no Twitter do site Justiça para Assange (@swedenvsassange) escreveu: |
9 | @সুইডেনবনামএসাঞ্জ: ১কোটি ৩০লক্ষ লোকের লাতিন আমেরিকার একটি দেশে সমগ্র বিশ্বের জনগণের জানার অধিকার সুরক্ষার একটি সিদ্ধান্ত নিয়েছে। | @swedenvsassange: Um país latino-americano com 13 milhões de habitantes tomou a decisão de proteger o direito de toda a população mundial de saber a verdade. |
10 | #অ্যাসাঞ্জ | #assange |
11 | ১৬ই আগস্ট, ২০১২ তারিখে লন্ডনের ইকুয়েডরীয় দূতাবাসের বিপরীত দাঁড়িয়ে থাকা গণমাধ্যম। | A imprensa postada em frente à embaixada do Equador em Londres no dia 16 de agosto de 2012. |
12 | ছবি সি লি, কপি স্বত্ত্ব ডেমোটিক্স। | Foto por See Li, copyright Demotix. |
13 | ঘোষণাটির অব্যবহিত পরেই প্রতিক্রিয়া ব্যক্ত করে যুক্তরাজ্যের পররাষ্ট্র এবং কমনওয়েলথ দপ্তর (@বৈদেশিকদপ্তর) : | O Escritório de Relações Exteriores e da Commonwealth do Reino Unido (@foreignoffice) reagiu imediatamente ao anúncio: |
14 | @বৈদেশিকদপ্তর: জুলিয়ান #অ্যাসাঞ্জকে #ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে - আমরা ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতিতে হতাশ। | @foreignoffice: Estamos dcepcionados com o comunicado do ministro de Relações Exteriores do Equador de que o #Equador ofereceu asilo político a Julian #Assange. |
15 | @বৈদেশিকদপ্তর: যুক্তরাজ্যের কর্তৃপক্ষের কাছে জনাব অ্যাসাঞ্জের আবেদনের সমস্ত সুযোগ শেষ হওয়ায় আমাদের আইন অনুসারে (আমরা) তাকে সুইডেনে প্রত্যাবাসিত করতে বাধ্য | @foreignoffice: De acordo com as nossas leis, tendo o sr. Assange exaurido todas as possibilidades de apelo, as autoridades britânicas são obrigadas a extraditá-lo para a Suécia |
16 | @বৈদেশিকদপ্তর: আমরা সেই বাধ্যবাধকতা পালন করবো। | @foreignoffice: Nós iremos cumprir com a nossa obrigação. |
17 | ইকুয়েডরীয় সরকারের আজ বিকেলের সিদ্ধান্তটি সেটার কোন পরিবর্তন ঘটাবে না। | A decisão do governo do Equador esta tarde não muda isso. |
18 | #অ্যাসাঞ্জ | #Assange |
19 | @বৈদেশিকদপ্তর: প্রত্যাবাসন আইনের বাধ্যবাধকতা পালনের সুযোগ দেয় এমন একটি সমঝোতামূলক সমাধানের জন্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। | @foreignoffice: Seguimos determinados a encontrar uma solução negociada que nos permita cumprir com as nossas obrigações sob o Ato de Extradição. |
20 | #অ্যাসাঞ্জ | #Assange |
21 | এই সব টুইটের জবাবে উইকিলিকস (@উইকিলিকস) লিখেছে: | Em resposta a esses tweets, o WikiLeaks (@wikileaks) escreveu: |
22 | @উইকিলিকস: অবশ্যই এটা একটা চালাকি মাত্র। | @wikileaks: O que, é claro, tem outro lado. |
23 | যুক্তরাজ্যের জাতিসংঘের শরণার্থী (রাজনৈতিক আশ্রয়) অর্থাৎ উদ্বাস্তু অধিকার এবং এর অন্যান্য চুক্তি স্বীকারের একটি আবশ্যিক বাধ্যবাধকতা রয়েছে। | O Reino Unido tem a obrigação de reconhecer o asilo, os direitos de refugiados e outros acordos firmados com a ONU. |
24 | গতকাল ১৫ই আগস্ট ইকুয়েডর যুক্তরাজ্যের পক্ষ থেকে একটি চিঠি পাওয়ার পর থেকে ইকুয়েডরসহ সারা বিশ্বের নেটনাগরিকরা বিষয়টি নিয়ে আলোচনা করছে। | Internautas do Equador e de todo o mundo têm discutido o tema desde o dia 15 de agosto, quando o Equador recebeu uma carta do Reino Unido. |
25 | বিবিসি রিপোর্ট অনুসারে পাতিনো বুধবার জানিয়েছেন: “আজকে আমরা যুক্তরাজ্যের কাছ থেকে লিখিত একটি প্রকাশ্য হুমকি পেয়েছি যে আমরা জুলিয়ান অ্যাসাঞ্জকে হস্তান্তর না করলে তারা লন্ডনে আমাদের দূতাবাসে জোর করে ঢুকে পড়তে পারে।” | Patiño declarou na quarta-feira, conforme reportou a BBC [en]: “Hoje recebemos uma ameaça explícita do Reino Unido, por escrito, de que eles invadiriam a nossa embaixada em Londres se nós não entregarmos Julian Assange.” |
26 | উইকিলিকস এই হুমকিটির বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে যাতে উল্লেখ করা হয়েছে যে: | O WikiLeaks divulgou [en] uma declaração [en] sobre a ameaça, ressaltando que: |
27 | দূতাবাসের পবিত্রতার বিরুদ্ধে অসদাচরণ একটি একতরফা ও লজ্জাজনক কর্ম এবং বিশ্বব্যাপী দূতাবাস সুরক্ষার ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। | Qualquer transgressão contra a integridade da embaixada é um ato unilateral e vergonhoso, e uma violação da Convenção de Viena, a qual protege as embaixadas no mundo todo. |
28 | এই চিঠিটির খবর প্রকাশিত হওয়ার পরে জ্যাকব এপলবৌম (@আইওভুল) অ্যাসাঞ্জকে সমর্থনের জন্যে লন্ডনের জনগণের প্রতি আহবান জানান: | Depois que a notícia sobre a carta se espalhou, Jacob Appelbaum (@ioerror) convocou quem estivesse em Londres a apoiar Assange: |
29 | @আইওভুল: আপনি কী লন্ডনে আছেন? | @ioerror: Você está em Londres? |
30 | জুলিয়ান অ্যাসাঞ্জ, #উইকিলিকস এবং সর্বত্র রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের অধিকার সমর্থন করার জন্যে ইকুয়েডরীয় দূতাবাসে চলে যান! | Vá à embaixada do Equador para apoiar Julian Assange, o #wikileaks e os direitos dos que buscam asilo em todo o mundo! |
31 | ইতোমধ্যে মানবাধিকার এবং পররাষ্ট্রনীতি বিষয়ক লেখক এবং বিশ্লেষক জশ শাহরিয়ার (@জেশাহরিয়ার) টুইট করেছেন: | Enquanto isso, o escritor e analista de direitos humanos e política internacional Josh Shahryar (@JShahryar) tuitou: |
32 | @জেশাহরিয়ার: জুলিয়ান #অ্যাসাঞ্জ এর ভক্ত নই, তবে লন্ডনে ইকুয়েডরীয় দূতাবাসে জোর করে ঢুকে পড়ার ব্রিটিশ হুমকি এমন লজ্জা এবং ন্যক্কারজনক যে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। | @JShahryar: Não sou nenhum fã do Julian #Assange, mas a ameaça britânica de invadir a embaixada do Equador em Londres é vergonhosa e nojenta para além do que palavras podem expressar. |
33 | ১৬ই আগস্ট, ২০১২ তারিখে একজন পুলিশ লোকটিকে ইকুয়েডরীয় দূতাবাস থেকে আরো দূরে সরে যেতে বলছে। | Um policial pede ao homem que se afaste da embaixada do Equador, em 16 de agosto de 2012. |
34 | ছবি সি লি, কপিস্বত্ত্ব ডেমোটিক্স। | Foto por See Li, copyright Demotix |
35 | ইকুয়েডর অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিবে একথা ঘোষণা করার পরে ইকুয়েডরের গুয়াকুইল থেকে ব্যবহারকারী @রবার্টটিটো১৯৯১ [স্প্যানিশ ভাষায়] লিখেছেন: | Após o Equador anunciar que concederia asilo a Assange, o usuário @robertito1991 [es] de Guayaquil, Equador, escreveu: |
36 | @রবার্টটিটো১৯৯১ [স্প্যানিশ ভাষায়]: ইকুয়েডর হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনকে তাদের নিজস্ব কিছু ঔষধ প্রদানকারী বিশ্বের সবচেয়ে বিখ্যাত দেশ #এসিলোএসাঞ্জ @লেজিওনজেজে @এনোনোপশিসপ্যানো | @robertito1991 [es]: O Equador é o país mais famoso no mundo por dar aos EUA e ao Reino Unido uma colherada do seu próprio remédio #AsiloAssange @LegionJJ @anonopshispano |
37 | তবে সব ইকুয়েডরবাসী এই খবরে সন্তুষ্ট নয়। @জিয়ান্নিমক [স্প্যানিশ ভাষায়] এবং ফার কাসকান্তে (@ফারকাসকান্তে) [স্প্যানিশ ভাষায়] এর মতো কেউ কেউ আবার মিডিয়ার সঙ্গে রাষ্ট্রপতি রাফায়েল কোড়িয়ার ঝঞ্ঝাপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেছেন: | Mas nem todos os equatorianos ficaram felizes com a notícia, e alguns relembraram o relacionamento tumultuado do presidente Rafael Correa com a mídia, como @GiannyMoc [es] e Fer Cascante (@FerCascante) [es]: |
38 | @ফারকাসকান্তে [স্প্যানিশ ভাষায়]: খোদার দোহাই, আমরা কোন দেশে বসবাস করি? | @FerCascante [es]: Pelo amor de Deus, em que país vivemos? |
39 | তারা #এসিলোঅ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, তবে তারা সংবাদপত্রের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না। কী রকম স্ববিরোধিতা এটা! | Eles concedem #AsiloAssange e não respeitam a liberdade de expressão, que contradição! |
40 | এলিয়াস সুয়ারেজের মতো অনেকে (@স্ল্যাশজার) [স্প্যানিশ ভাষায়] সন্দিহান: | Outros, como Elías Suárez (@Slashzer) [es], se mostraram desconfiados: |
41 | @স্ল্যাশজার [স্প্যানিশ ভাষায়]: কোড়িয়া এমন কিছু চায় যা অ্যাসাঞ্জের কাছে আছে, এবিষয়ে কোন সন্দেহ নেই। | @Slashzer [es]: Correa quer algo que Assange tem, não duvidem. |
42 | অথচ ইকুয়েডরের কিউয়েন্সা এলাকার ডেভিড জিমেনেজ আবাদের (@ডেভিডজিমেনেজএ৯৩) [স্প্যানিশ ভাষায়] মতো অন্যরা উদযাপন করছে আর অভিবাদন জানাচ্ছে ইকুয়েডর সরকারকে: | No entanto, outros estão comemorando e parabenizando o governo equatoriano, como David Jimenez Abad (@DavidJimenezA93) [es], de Cuenca, Equador: |
43 | @ডেভিডজিমেনেজএ৯৩ [স্প্যানিশ ভাষায়]: ভাল কথা যে আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার না করে ইকুয়েডর অ্যাসাঞ্জ #এসিলোএসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে। | @DavidJimenezA93 [es]: É bom que o Equador esteja concedendo #AsiloAssange e não cedendo a pressões internacionais. |
44 | নিরাপত্তা গবেষক দিলান বেরেসফোর্ড (@ডি১এন) উল্লেখ করেছেন যে এই মামলাটি এখনো শেষ হয়নি: | Como o pesquisador de segurança Dillan Beresford (@d1n) ressalta, este caso não está encerrado: |
45 | @ডি১এন: এটা এখনো শেষ হয়নি। | @d1n: Ainda não acabou. |
46 | *উচিৎ* হলেও রাজনৈতিক আশ্রয় জুলিয়ান অ্যাসাঞ্জকে ইকুয়েডরে নিরাপদ অনুপ্রবেশের নিশ্চয়তা দিবে না। | Asilo político *deveria*, mas não garante uma passagem segura de Julian Assange para o Equador. |
47 | সম্প্রতি দি গার্ডিয়ানের সরাসরি কাভারেজ উল্লেখ করেছে যে “সুইডেন অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় প্রদান করাকে ‘অগ্রহণযোগ্য' আখ্যায়িত করে ইকুয়েডরের রাষ্ট্রদূতকে স্টকহোমে তলব করেছে।” | A cobertura ao vivo do jornal The Guardian [en] relatou que “a Suécia convocou seu embaixador para Estocolmo, qualificando o asilo concedido a Assange como ‘inaceitável.'” |