Sentence alignment for gv-ben-20120303-23140.xml (html) - gv-por-20120312-28137.xml (html)

#benpor
1ম্যাসেডোনিয়া : স্কোপজার দূষণ পর্যবেক্ষণ কাহিনী অব্যাহতMacedônia: Saga Por Monitoramento de Poluição em Skopje Continua
2গ্রীনবক্স এনজিও তাদের ব্লগে প্রদর্শনীর ছবি পোস্টিং করে স্কোপজার বায়ু দূষণ পরিমাপ ব্যবস্থার ওয়েব সংযুক্তির অভাব পূরণ করছে।A ONG Greenbox está compensando a falta de interface na internet para o sistema de medição da poluição do ar em Skopje postando fotos do display no blog deles.
3ম্যাসেডোনিয়া রাজধানীতে অবস্থিত বায়ু দূষণ পরিমাপ ব্যবস্থাটি ২০১২ সালের শুরুতে অনলাইন তথ্য প্রদান বন্ধ করে দেয়।O sistema de medição da poluição do ar da capital da Macedônia interrompeu o seu serviço de informação online no início de 2012.
4ব্যবস্থাটির মালিক নগর সরকারের দেরিতে প্রতিক্রিয়া প্রদর্শনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তুষ্টির আগুন জ্বলে ওঠে। তারা এই দৃশ্যমান চর্চাটি বন্ধের পিছনের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ প্রকাশ করে।O governo municipal, proprietário do sistema, demorou a reagir, e isto alimentou a insatisfação dos moradores de Skopje, que expressaram dúvidas acerca dos motivos por trás da discontinuidade desta prática transparente.
5গ্রীনবক্স তাদের ব্লগ ও ফেসবুক প্রোফাইলে নিয়মিত আপডেট পোস্ট করে এই ঘটনাটির অগ্রগতি অনুসরন করতে থাকে।A Greenbox continuou mostrando o progresso deste caso, postando novas informações regularmente em seu blog e em seu perfil do Facebook.
6১৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে আবার পরিমাপ স্টেশনের ডিসপ্লেটি নষ্ট হয়ে [ম্যাসেডোনিয়ান ভাষায়] নতুন একটি নাগরিক অসন্তুষ্টির উন্মাদনা সৃষ্টি করে।Em 15 de fevereiro de 2012, também ocorreu o mal funcionamento do display da estação de medição [mk], causando uma nova onda de insatisfação dos cidadãos.
7স্কোপজার শ্বাস-প্রশ্বাস ডিসপ্লের বার্তাটি ১৫ ফেব্রুয়ারি, ২০১২-তে কিছু একটা ভুলের ঘোষণা দিচ্ছে।A mensagem no display do Skopje Breathing declarando que alguma coisa estava errada em 15 de fevereiro de 2012.
8ছবি: গ্রীনবক্স ব্লগ।Foto: Blog da Greenbox.
9অবশেষে শহরটি প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি কোম্পানিকে দুই দিন পরে ডিসপ্লেটি মেরামতের জন্যে [ম্যাসেডোনিয়ান ভাষায়] ভাড়া করে এবং পরে সারাবছর রক্ষণাবেক্ষণ পরিসেবার জন্যে একটি টেন্ডার প্রকাশ [ম্যাসেডোনিয়ান ভাষায়] করে।O governo municipal finalmente reagiu contratando uma empresa para consertar o display dois dias depois [mk], e após isso publicou um edital para a manutenção dos serviços [mk] durante o ano.
10গ্রীনবক্স লিখেছে:A Greenbox escreveu:
11সরকারি ক্রয়ের জন্যে বৈদ্যুতিক ব্যবস্থাটিতে স্কোপজার শহরের প্রকাশিত নথিপত্র অনুসারে কোম্পানিগুলোকে ২ মার্চের মধ্যে অফার জমা দিতে হবে এবং সর্বনিম্ন দরটিকে নির্বাচিত করা হবে।De acordo com a documentação [mk] publicada pelo governo da cidade de Skopje no sistema eletrônico de licitação pública, as empresas devem submeter suas propostas até 2 de Março e aquela de menor custo será selecionada.
12টেন্ডার বিজয়ী মাপজোকের উপর ভিত্তি করে সরাসরি ডেটা ফীড দেয়া “ স্কোপজার শ্বাস-প্রশ্বাস” ওয়েবপেজটি পুনঃসক্রিয় করতে রাজি হলে, বিদ্যমান টেন্ডার নথিপত্র তা উল্লেখ করে না।Os documentos do edital disponíveis não especificam se o vencedor será obrigado a reativar [mk] a página da internet “Skopje Breathing” [Skopje Respirando] [mk] , na qual são publicadas informações em tempo real baseada nas medições.
13এই পাতাটি হাজার হাজার নাগরিকদের বায়ু দূষণ সম্পর্কে সরাসরি তথ্য প্রদানে সক্ষম, মাঝে মাঝে অনুমোদিত সর্বোচচ মাত্রার তুলনায় ১০ গুণ বেশি ছিল। […]Essa página permite que milhões de cidadãos acessem em primeira mão informações sobre a poluição do ar, que as vezes chega a 10 vezes mais do que o máximo permitido. [
14স্কোপজার শ্বাস-প্রশ্বাস ডিসপ্লের বিভিন্ন ছবিসহ গ্রীনবক্স ব্লগের একটি পোস্টের স্ক্রিনশট।…]
15ইতোমধ্যে গ্রীনবক্স ঘোষণা করেছে [ম্যাসেডোনিয়ান ভাষায়] যে তাদের সদস্যরা তাদের ব্লগের মাধ্যমে ডিসপ্লের তথ্য প্রদান করবেন এবং গত দশদিন ধরে প্রতিদিন সকালে তারা তা করছেন।Foto do post do blog da Greenbox com fotos do display do Skopje Breathing. Enquanto isso, a Greenbox declarou [mk] que seus membros providenciarão informações do display através do seu blog, e estão fazendo isso toda manhã nos últimos 10 dias.
16তারা দিনের অন্য সময়েও নাগরিকদের ডিসপ্লেটির ছবি তুলে সেগুলো গ্রীনবক্সে পাঠানোর আমন্ত্রণ জানিয়েছেন, কারণ দূষণের মাত্রা শিল্প এবং ট্রাফিক কার্যকলাপের তীব্রতার উপর নির্ভর করে পৃথক হতে পারে।Eles também convidam os cidadãos para fotografar o display em outros horários durante o dia e enviá-los, considerando que os níveis de poluição podem variar, dependendo da intensidade da atividade industrial e do tráfego.
17গ্রীনবক্স ব্লগের “ স্কোপজার শ্বাস-প্রশ্বাস” প্রকারভেদে [ম্যাসেডোনিয়ান ভাষায়] প্রকাশিত নথিভুক্ত পরিমাপগুলো গত কয়েকদিনের বায়ুর মানের বিভিন্ন মাত্রা-“অস্বাস্থ্যকর” থেকে “সহনীয় মাত্রায় দূষিত” থেকে “পরিষ্কার” পর্যন্ত মাত্রা - প্রদর্শন করেছে।As medições registradas publicadas na categoria “Skopje Breathing” [mk] no blog da Greenbox mostraram diversos níveis da qualidade do ar nos últimos dias, de “insalubre” a “moderadamente poluído” a “limpo”.