Sentence alignment for gv-ben-20121009-32368.xml (html) - gv-por-20121011-35567.xml (html)

#benpor
1‘আমাদের মাঝে যে ক্ষমতা’-সেই বিষয়কে ঘিরে ব্লগ এ্যাকশন ডে ২০১২ উদযাপিতBlog Action Day 2012 Celebra “O Poder do Nós”
2ইতোমধ্যে, ৯৫টি দেশের ব্লগাররা দ্রুত ও সঠিকভাবে আঙ্গুল চালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে।Até ao momento, blogueiros de 95 países estão preparados para digitar com dedos rápidos e ágeis.
3তারা এমন এক দিনের জন্য তৈরি, যেদিন তারা সকলে একটি সাধারণ বিষয় বর্ণিল কিছু ব্লগ লিখবে, আর সেই কাহিনীর আলোকচ্ছটা সম্মিলিত লক্ষ লক্ষ পাঠকের সবার নজরে পড়বে।Por um dia, os mesmos vão unir-se para abordarem um tema comum, criando uma coleção colorida de histórias e reflexões que irão atingir no seu auge um público coletivo de milhões de internautas.
4সেই দিনটি হচ্ছে ১৫ অক্টোবর, ২০১২, যে দিনটি ব্লগ এ্যাকশন ডে হিসেবে পালন করা হয়!15 de outubro de 2012 - é o Blog Action Day [en]!
5২০০৭ সাল থেকে ব্লগ এ্যাকশন ডে পালন করে আসা হচ্ছে, বছরের এই দিনে ব্লগ লেখায় ঝড় তোলার সুযোগ প্রদান করে হয়, আর যার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টি।Desde 2007, o Blog Action Day tem trabalhado para aumentar a consciencialização sobre questões importantes, promovendo uma campanha anual na blogosfera.
6গ্লোবাল ভয়েসেস প্রতি বছর এর কার্যক্রম তুলে ধরে, যে দিবসে পরিবেশ, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, পানি ও খাদ্যের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা হয়ে থাকে।Ao longo dos anos, o evento foi coberto no Global Voices destacando questões como o Ambiente, a Pobreza, as Alterações Climáticas, Água [en] e Comida [en].
7ব্লগ এ্যাকশন দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘আমাদের মাঝে যে ক্ষমতা' [‘দি পাওয়ার অফ উই']।Este ano o tema escolhido é nada menos do que The Power of We [en], “O Poder do Nós“, da colaboração.
8‘আমাদের মাঝে যে ক্ষমতা' এই বিষয়ে সম্বন্ধে লিখতে হবে?Como escrever sobre “O poder do Nós“?
9ছবি মারিয়া গ্রাবোস্কিরFoto de Maria Grabowski
10কোন ইতিবাচক পরিবর্তনের জন্য একসাথে কাজ করার ক্ষমতাকে কি আপনি অনুভব করেছেন?Porventura já sentiu o poder de trabalhar em conjunto para fazer uma mudança positiva?
11কোন একটি কারণের জন্য লড়াই করা নিয়ে আপনার নিজের প্রচেষ্টার বিষয়ে লিখুন, অথবা এমন একটি দলের সম্বন্ধে যে দলটি আপনাকে অনুপ্রাণিত করেছে-সংক্ষিপ্ত আকারেঃ কোন একটি পরিবর্তনের জন্য জনতার সম্মিলিত কর্মের বিষয় তুলে ধরুন।Escreva sobre o seu próprio esforço na luta por uma causa, ou talvez sobre um grupo que o inspira - em suma: sobre ações conjuntas de pessoas para fazer a diferença.
12বিশ্বের যে কোন দেশ থেকে, যে কোন ভাষায় আপনি আপনার লেখা জমা দিতে পারেন।Pode escrever a sua entrada em qualquer idioma, de qualquer país.
13‘আমাদের মাঝে যে ক্ষমতা' নামক প্রতিপাদ্য বিষয় নিয়ে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ব্লগ এ্যাকশন ডে ২০১২-এ, যোগ দেওয়ার জন্য এখানে নিবন্ধন করুন।Registe-se aqui [en] para aderir ao Blog Action Day 2012 sobre “O Poder do Nós” a ser comemorado no dia 15 de outubro, e alcance uma audiência de milhões.
14এই বিষয়ে তাজা সংবাদ পেতে চাইলে টুইটারে #বিএডি২০১২ হ্যাশট্যাগটি অনুসরণ করুন।Siga #BAD12 para atualizações no Twitter.
15আমরা, ১৫ অক্টোবর তারিখে সারা বিশ্বে ছড়িয়ে থাকা গ্লোবাল ভয়েসেস-এর কন্ট্রিবিউটরদের লেখার তালিকা প্রদর্শন করব-আমাদের সাথে থাকুন!A 15 de outubro, vamos listar as contribuições dos membros do Global Voices em todo o mundo - fique atento!