Sentence alignment for gv-ben-20100721-11868.xml (html) - gv-por-20100926-11103.xml (html)

#benpor
1জর্ডান: প্রযুক্তি কি আমাদের রোমান্টিকতাকে হত্যা করছে?Jordânia: Será que a tecnologia deu cabo do romantismo?
2বন্ধুদের কাছ থেকে পাওয়া চিঠি, ছবি ডি সারন প্রুইট-এরCartas de amigos, de D Sharon Pruitt
3যন্ত্রকে ঘৃণা করার তার কারণগুলোকে উম্ম ওমর সারসংক্ষেপ করেছে (আরবী ভাষায়), যা নিচে দেওয়া হল:Os computadores e a tecnologia jogam um papel importante na nossa vida diária.
4একদিকে বলা যায়, এটা আমাদের আবেগকে ধ্বংস করে ফেলেছে, পরবর্তী প্রজন্মের অনুভূতিকে আর কখনোই জানা যাবে না।Uma bloguer da Jordânia relembra o romantismo de receber uma carta na caixa de correio e declara no seu blogue: “Odeio a electrónica.”
5তারা কখনোই উপলব্ধি করতে পারবে না কাগজের টুকরোয় লেখা চিঠির জন্য লম্বা সময় ও ধৈর্য্যের সাথে অপেক্ষা করার যে মজা সে বিষয়টি।Umm Omar resume (ar) as suas razões em seguida: Por um lado a tecnologia matou as nossas emoções - sentimentos que a próxima geração nunca conhecerá.
6একটা কাগজে কি লেখা হবে সেই চিন্তায় একজন পুরো একটা সপ্তাহ ব্যয় করত এবং কাগজে যা লেখা হত, তা হাজার বার কাটাকুটি করা হত।Eles nunca compreenderão a saudade e a impaciência das quais usfruíamos no tempo em que as cartas eram escritas no papel.
7আপনি চিঠি লিখতে বসে সময় নষ্ট করতেন, কারণ ভাবতেন চিঠিটা জমা দেওয়ার জন্য পোস্ট অফিসের পথে এবং ডাকবাক্সে ফেলার পর চিঠির সাথে আপনি উড়ে চলে যাচ্ছেন, এবং মনের কল্পনার পাগলা ঘোড়া ছুটিয়ে দিতেন, যিনি চিঠিটা পাচ্ছে তার মুখে কি ভাব ফুটবে সেই কথা ভেবে।Passávamos uma semana inteira a pensar sobre o que queríamos escrever na carta e alterar o que já tínhamos escrito umas cem vezes. Adiávamos a ida até à estação dos correios e depois que mandávamos a carta, deixávamos a mente voar enquanto imaginávamos a reacção do destinatário da carta.
8ভদ্রমহিলা বলেই চলেছে:Ela prossegue:
9আপনি হয়ত ভাববেন: আমি যা লিখেছি তা পড়ে সে কি হাসবে?Pensarias: Será que o que enviei falo-á rir?
10আমি কি আমার শব্দের প্রতি ন্যায়বিচার করেছি, নাকি সঠিক শব্দ ব্যবহার করিনি… যদি সে চিঠি পড়ে রেগে উঠে এবং চিঠির উত্তর না দেয়…আমার প্রিয়তম কি উত্তর দেবে..Fiz justiça com as minhas palavras ou não…Será que ele se vai zangar e não responderá à minha carta…será que ele…
11আপনি দিনের পর দিন উদ্বিগ্ন হতে এবং চিন্তা করতে থাকবেন এবং বারবার পোস্ট অফিসে ছুটে যাবেন, কোন কোন সময়ে দিনে দুই বা তিনবার পোস্ট অফিসে যাবেন, যতক্ষণ না একটা কাগজের টুকরা হাতে আসে, এই টুকরা সেই চিঠি,যে চিঠিটা আপনি পাবার আশা করছিলেন।Vais continuar preocupada e a pensar nisso durante dias e dias e voltarás à estação dos correios mais do que uma vez e às vezes uma ou três vezes no mesmo dia até que recebas tudo o que desejaste num pedaço de papel.
12চিঠি পাবার পর নিজের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেবেন, যখন আপনি একটা ছোট্ট গল্পের সাথে চিঠিটা পাবেন এবং যে চিঠির কথা কেউ জানে না, এবং যে চিঠি কেবল আপনার জন্য লেখা হয়েছে….Vais sorrir secretamente para dentro quando receberes a carta com uma pequena história, que mais ninguém sabe e que foi escrita apenas para ti… Apenas para ti… Vais abraçar a carta… Vais cheirá-la… Serás transferida para outro mundo…apesar de ser apenas um pedaço de papel.
13কেবল আপনারই জন্য লেখা… চিঠিটিকে আপনি বুকে জড়িয়ে রাখবেন…. চিঠির গন্ধটা শুঁকবেন… এটা আপনাকে অন্য এক জগৎ-এ নিয়ে যাবে..Durante dias e dias ficarás contente e parecer-te-á que terás vontade de parar toda a gente na rua e falar-lhes sobre a tua felicidade.
14যদিও তা কেবলই কাগজের এক টুকরা।Vais repetir o ciclo e escreverás uma outra carta…
15চিঠি পাওয়ার ফলে তা দিনের পর দিন এক সুখ আবেশ আপনাকে জড়িয়ে ধরবে এবং আপনার মনে হবে রাস্তার লোকদের দাঁড় করিয়ে তাদেরকে এই ভালোলাগার কথা জানাই।Haitham Al Sheeshany, um dos leitores do blogue responde: Concordo quando dizes que a tecnologia cerceou uma série de sentimentos bonitos e genuínos.
16এই ঘটনাটি আপনি আবার ঘটাতে চাইবেন এবং আরেকটা চিঠি লিখতে শুরু করবেন…… হাইথাম আল শিশানি প্রতিউত্তর করেছে:Mas claro, aumentou também a circulação em massa e tornou-a mais fácil.
17এ রকম খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে, আরো অনেক বিষয়ের মতইExistem imenso prós e contras, tal como tudo:-)
18পাঠক আশরাফ মহিউদ্দেন এর সাথে যুক্ত করেছেন:O leitor Ashraf Mohidden acrescenta:
19প্রযুক্তি, যার অন্যতম এক নেতৃত্বে রয়েছে ইন্টারনেট, যা এখন সামাজিক যোগাযোগের প্রধান এক মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।A tecnologia, liderada pela internet, tornou-se actualmente a pedra angular das relações sociais.
20সুন্দর অনুভূতি এবং আবেগের ক্ষেত্রে বলা যায়, এগুলোকে এখন বড় কোন সমস্যা ছাড়া এবং কেবল একটি চাবি টিপে পাঠানো সম্ভব।No que toca à beleza das emoções e dos sentimentos, estes podem agora ser enviados sem muito trabalho e está à distância de um clique.
21যে গতিশীল জীবন আমরা যাপন করছি এটা তার এক অন্যতম প্রমাণ, এই বিষয়গুলো এ সমস্ত আবেগকে ফাস্ট ফুড বা দ্রুত খেয়ে শেষ করা খাবারের মত করে ফেলেছেIsto é um testemunho da vida corrida em que vivemos, que acabou por tornar as emoções em refeições de comida rápida:-)
22শেষ, কিন্তু সর্বশেষ নয়, হোয়াইট ফ্রিডম জানাচ্ছে:E por último mas não menos importante, White Freedom afirma:
23একজনের সাথে অন্যজনের সত্যিকারের যোগাযোগের যে অর্থ প্রযুক্তি তা পাল্টে ফেলেছে, এমনকি উৎসবের বেলাতেও তা ঘটছে।Em vez de nos telefonarmos e congratularmo-nos, enviamos mensagens a partir dos nossos telefones móveis e está feito.
24একজনকে বাসায় ডাকা এবং তাকে অভিনন্দন জানানোর বদলে আমরা এখন মোবাইলের মাধ্যমে সংক্ষিপ্ত বার্তা বা টেক্সট মেসেজ পাঠাই এবং এই একটাই কাজ করি।
25এছাড়াও আমরা অন্য কোন সংক্ষিপ্ত বার্তা বা টেক্সটে মেসেজের উত্তরে আরেকটা একই রকম বার্তা পাঠাই।E mais, respondemos às mensagens com mais mensagens.
26পৃথিবী সত্যি পাল্টে গেছে।O mundo realmente mudou!
27আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করছি না।Não vos culpo.
28অন্য অনেক ক্ষেত্রে প্রযুক্তি প্রয়োজনীয় উপাদান এবং এর অপব্যবহারের কারণে এর প্রতি ঘৃণা তৈরি হচ্ছে এবং এর সত্যিকারের মানে হারিয়ে যাচ্ছে।A tecnologia é útil para outras coisas e o abuso que se faz dela tornou-a detestável fazendo com que perdesse o seu significado.
29সত্যি কি প্রযুক্তি আমাদের প্রেমময় অনুভূতি ছিনিয়ে নিচ্ছে?Será que a tecnologia nos roubou de facto o romantismo?
30মন্তব্য বিভাগে মন্তব্য করে এই বিতর্কে যোগ দিন।Junte-se por favor ao debate e deixe comentários na nossa secção.
31ছবির কৃতিত্ব: ডি সারন প্রুইট-এরCrédito das fotos: D Sharon Pruitt