# | ben | por |
---|
1 | রাশিয়া: মঞ্চস্থ হচ্ছে আইনজীবী ম্যাগনিটস্কির মৃত্যু নিয়ে নাটক | Rússia: “Reconstrução” da Morte do Advogado Magnitsky no Teatro |
2 | ২০০৯ সালের ১৬ই নভেম্বর ৩৭ বছর বয়স্ক রাশিয়ার কর আইনজীবী সের্গেই ম্যাগনিটস্কি মস্কোর এক কারাগারে মারা গেছেন। তিনি সেখানে কোনরূপ চিকিৎসা সুবিধা ছাড়া প্রায় বৎসরকাল যাবত বিচারপূর্ব আটকাবস্থায় ছিলেন। | Sergei Magnitsky, um advogado tributarista de 37 anos, morreu numa prisão em Moscou no dia 16 de novembro de 2009, depois de ter ficado preso quase um ano aguardando julgamento sem acesso a um atendimento médico adequado. |
3 | রাশিয়া (রুশ ভাষায়) ও বহির্বিশ্বে (ইংরেজিতে) তার মৃত্যু-ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় পরিলক্ষিত হয়। | As circunstâncias da sua morte foram amplamente divulgadas na Rússia [ru] e no exterior [en]. |
4 | আটককালীন তিনি যে সমস্ত চিঠি ও আবেদন-নিবেদন করেছিলেন সেগুলো প্রকাশিত হয়েছে। | Cartas e pedidos escritos por ele foram publicados (leia a tradução de uma de suas cartas, en). |
5 | (একটা চিঠির ইংরেজী তর্জমা পাওয়া যাবে আরএফই/আরএলে; হাতে লেখা এবং টাইপকৃত রুশ ভাষায় লিখিত আসল চিঠিগুলোর স্ক্যান কপি পাওয়া যাবে রাশিয়ার নিউটাইমসে)। | |
6 | দি পাবলিক ওভারসাইট কমিশন ফর হিউম্যান রাইটস অবজার্ভেন্স ইন মস্কো ডিটেনশন সেন্টারস কর্তৃক তুলে ধরা হয়েছে ম্যাগনিটস্কির আটককালীন সময়ের দুরবস্থার চিত্র (ল এন্ড অর্ডার ইন রাশিয়া ব্লগে রুশ ও ইংরেজী ভাষায় প্রকাশিত)। | A Comissão Pública de Supervisão dos Diretos Humanos no Centro de Detenção de Moscou analisou as condições da permanência de Magnitsky na prisão (em russo e inglês no blog Lei e Ordem na Russia) |
7 | ব্যাপক প্রচারের ফলে রাশিয়া সরকার প্রতিক্রিয়া স্বরূপ ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাকে বরখাস্ত করেছে - এবং সন্দেহভাজন কর তছরুপকারীদের বিরুদ্ধে জারি করা বিচারপূর্ব আটকাদেশ বাতিল করে একটা প্রস্তাবের খসড়া উত্থাপন করেছে “মূলত অর্থনৈতিক অপরাধের সাথে জড়িত কর্মকর্তাদের গ্রেফতার প্রতিহত করার জন্য” (মস্কো টাইমের একটা নিবন্ধের লিংক, ইংরেজিতে)। | Devido aos protestos, as autoridades russas reagiram demitindo um grande número de altos funcionários - assim como proibiu a prisão preventiva de suspeitos de infrações fiscais e começou a elaborar “um projeto de lei para prevenir executivos de serem presos por crimes contra a economia”. (link para o artigo no Moscow Times, en) |
8 | ম্যাগনিটস্কির মৃত্যুর ফলে সূচিত কয়েদখানা নিয়ে সাধারণ্যের আলোচনা এখনও চলছে - এবং নতুন মাত্রায় পৌঁছাচ্ছে: নাট্যকার এবং ডকুমেন্টারী নাটকে বিশেষ ব্যুৎপন্ন মস্কো ভিত্তিক থিয়েটার, টিয়েটর. ডকের (রুশ ভাষায়) শিল্প পরিচালক, মিখাইল উগারব (এলজে ইউজার এম_ইউ) একটা নাটক নিয়ে কাজ করছেন যা ম্যাগনিটস্কির জীবনের শেষ অধ্যায়ে সংগঠিত রোমহর্ষক ঘটনাবলী পুনরায় উপস্থাপন করবে। | A discussão pública das condições da prisão que levaram a morte de Magnitsky continua - e está agora indo para outro novo nível: Mikhail Ugarov (usuário m_u do LiveJournal), dramaturgo e diretor artístico do Teatr.doc [ru], um teatro em Moscou especializado em teatro documental dramático, está trabalhando numa peça que pretende “reconstruir” o horror das últimas horas de vida de Magnitsky. |
9 | উগারব তার ব্লগে (রুশ ভাষায়) ২২শে জানুয়ারী লিখেছেন: | Aqui está o que Ugarov escreveu [ru] em seu blog no dia 22 de janeiro: |
10 | সার্গেই ম্যাগনিটস্কির মৃত্যু নিয়ে টিয়েটর. ডকের একটা নাটকে কাজ করছি। | Trabalhando numa peça do Teatr.doc sobre a morte de Sergei Magnistky. |
11 | [রাশিয়ার অভিনেতা] আলেক্সি ডেভোটচেন্কো এতে অভিনয় করবেন। | [O ator russo] Aleksey Devotchenko atuará na peça. |
12 | প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা হচ্ছে। | O recolhimento de material está em andamento. |
13 | এমন সব জিনিস যা আমাকে শারীরিকভাবে অসুস্থ করে ফেলে। | Esse material está me deixando fisicamente doente. |
14 | ম্যাগনিটস্কি মারা যাবার সময় কেবল একটা স্ট্রেটজ্যাকেট পরিহিত ছিলেন। | Magnitsky morreu numa camisa de força. |
15 | তিনি যখন ব্যাথায় এদিক-ওদিক ছটফট করছিলেন (প্যানক্রিয়েটাইটিস অথবা হতে পারে প্যানক্রিওনেক্রোসিস), তখন তাকে একটা স্ট্রেটজ্যাকেট দিয়ে মুড়ে দেয়া হয়। | Ele se contorcia com dor (pancreatite ou até mesmo pancreanecrosis), e eles puseram uma camisa de forca nele. |
16 | এভাবে একঘন্টা আঠারো মিনিটের মত তিনি টিকে ছিলেন। | Ele passou 1 hora e dezoito minutos com ela. |
17 | একবারও চিকিৎসকের টিকিটি দেখা যায়নি। | O médico nunca apareceu. |
18 | হৃদযন্ত্রের ক্রিয়া ব্যর্থ হওয়ায় তিনি মারা গেছেন। | Ele morreu de “insuficiência cardíaca”. |
19 | আমার মনে হয় তার হৃদযন্ত্র কেবল থেমে গেছে। | Penso que seu coração simplesmente parou. |
20 | একজন অভিনেতা যদি এই ঘটনা সাধারণভাবে অবিকল ফুটিয়ে তোলেন (শারিরীক অঙ্গভঙ্গির বিধি মেনে), দর্শক অসুস্থ হয়ে পড়বে। | Se o ator fizer uma reconstrução física simples destes acontecimentos (o protocolo da atividade física), a plateia ficará enojada… |
21 | এসবের পরে আমি আর কিছুই চাই না, কিছুই ভাবতে বা অনুভব করতে চাই না। | Depois disso tudo, não quero mais nada, não quero pensar, não quero sentir. |
22 | এবং ভয়ানক থিয়েটারে তারা মঞ্চস্থ করে দেখাক কিভাবে কনস্টান্টিন গ্যাভরিলোভিচ নিজেকে গুলি করে হত্যা করেছিলেন [আন্তন চেখভের দি সিগ্যালের একটা চরিত্রের নাম কনস্টান্টিন গ্যাভরিলোভিচ ট্রিপলয়োভ]। | Em teatros sérios, deixem que reencenem como Konstantin Gavrilovich se matou [ Konstantin Gavrilovich Treplyov, um personagem de “A Gaivota” de Anton Chekhov]. |
23 | ২রা ফেব্রুয়ারী উগারোব তার ব্লগে সর্বশেষ তথ্য (রুশ ভাষায়) যোগ করেছেন: | E aqui está uma atualização [ru] publicada por Ugarov em 2 de fevereiro: |
24 | আইনজীবী ম্যাগনিটস্কির মৃত্যু ঘটনা নিয়ে গতকাল আবার আমাদের মধ্যে আলোচনা হয়। | Ontem novamente tivemos uma reunião sobre o caso da morte do advogado Magnitsky. |
25 | যেভাবে আমি বিষয়টা বর্ণনা করেছিলাম আসল ঘটনা সেরকম নয় - প্রকৃতপক্ষে সবকিছু আরো বেশী বীভৎস ছিল। | As coisas não estão exatamente como eu descrevi - tudo é mais horrível, na realidade. |
26 | কারাগারের একজন চিকিৎসককে তিনি জানিয়েছিলেন যে “তারা আমাকে খুন করতে চায়”। | Ele disse à médica da prisão, “Eles querem me matar”. |
27 | কিন্তু চিকিৎসক এটাকে মানসিক ভারসাম্য ঠাউরে বসেন এবং নিয়ন্ত্রণের জন্য শক্তি-প্রদর্শন বাহিনীকে তলব করেন - মানে আটজন কারারক্ষীকে যাদের কাজ হলো আসামীদের পেটানো। | E baseado nisso, ela o diagnosticou como mentalmente perturbado. E convocou a chamada “equipe de reforço” - oito guardas prisionais, acostumados a bater nos presos. |
28 | একজন মনস্তাত্ত্বিকেরা তিনি খবর পাঠান। | E chamou os psiquiatras. |
29 | অতপর এমনভাবে প্রস্থান করেন যেন কিছুই ঘটেনি। | E depois ela saiu, como se nada tivesse acontecido. |
30 | সাদা গাউন পরা এই মহিলার নাম ছিল, “ডক্টর ডেথ”, তার নামের এই শেষ অংশটা কেবল জানা গেছে। | Seu sobrenome é conhecido, mulher de jaleco branco, “Doutora Morte”. |
31 | অ্যাম্বুলেন্সবাহী একদল সেবক এরপরে উপস্থিত হয় (তথাকথিত মনস্তত্ত্ববিদেরা), কিন্তু এক ঘন্টা আঠারো মিনিটের মত তারা রোগীর কাছে যাবার সুযোগ পায়নি। | A equipe de socorro chegou (auto-intitulados psiquiatras), mas por 1 hora e 18 minutos não conseguiram ter acesso ao paciente. |
32 | এবং শেষাবধি যখন অনুমতি মেলে, সেখানে গিয়ে তারা কেবল একজন মৃত মানুষকেই আবিষ্কার করে। | Quando tiveram permissão, viram o homem já morto. |
33 | সেই চিকিৎসক দেখার জন্য আবার নেমে আসেন …. চিকিৎসা সহকারী ভাসওয়া (তার আসল নাম নয়) বারান্দায় এই এক ঘন্টা আঠারো মিনিট ঠায় দাড়িয়ে ছিলেন এবং তার কোনো ধারণা নেই সেই পেটোয়া বাহিনী আসলে কি করতে পারে একজন অসুস্থ মানুষের সাথে। | O médico se aproximou, foi observar… A paramédica Vasya (nome fictício) ficou no corredor por 1 hora e 18 minutos e não tem ideia do que a brigada da “equipe de reforço” estava fazendo com aquele homem doente… |