# | ben | por |
---|
1 | মুইসকা ভাষাকে ধ্বংসের হাত থেকে ফিরিয়ে আনতে উদ্যোগঃ কেবল একটি শব্দ করে | Língua Muisca ganha nova vida na internet: uma palavra de cada vez |
2 | মুইসকা মানমন্দির - ছবি: এমেন্ডারসেন২ এবং সিসি বাই ২. | Observatório Muisca - Foto de amanderson2 usada sob licença de CC BY 2.0. |
3 | ০ লাইসেন্সের অধীনে ব্যবহৃত। | A língua Muisca está oficialmente extinta. |
4 | আনুষ্ঠানিকভাবে মুইসকা ভাষাটি বিলুপ্ত হয়েছে। ভাষাটি চিবচা ভাষাতত্ত্ব পরিবারের একটি অংশ। | No passado, o idioma, que faz parte da família linguística Chibcha, era usado pelo povo Muisca, que vivia ao redor da montanhosa região central da Colômbia cuja área circunda Bogotá atualmente. |
5 | মুইসকা লোকেরা আগে এ ভাষায় কথা বলত। কলম্বিয়ার কেন্দ্রীয় উচ্চভূমির চারপাশে ছিল এদের বসবাস। | Muito da história deste idioma é encontrada em textos e documentos dos séculos 16 e 17 os quais foram resgatados de arquivos onde estavam inutilizados. |
6 | বর্তমানে বগোটা নামে পরিচিত অঞ্চলের আশেপাশের এলাকাটিও এতে অন্তর্ভুক্ত। | |
7 | ভাষাটির বেশিরভাগ ইতিহাসের বিভিন্ন বই এবং ১৬ ও ১৭ শতকের ভাষা বিষয়ক বিভিন্ন দলিলপত্র থেকে খুঁজে পাওয়া গেছে। এগুলো আর্কাইভ থেকে উদ্ধার করা হয়েছে। | O caminho para a extinção do idioma foi cimentado por lei durante o governo do rei Carlos III da Espanha, que baniu o uso da língua como forma de controlar ainda mais a população indígena. |
8 | সেখানে এগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। | Esta lei continuava em vigor até a proclamção da Constituição Colombiana de 1991. |
9 | স্পেনের রাজা তৃতীয় চার্লসের শাসনামলে ভাষাটির বিলুপ্ত হওয়ার পথ ত্বরান্বিত হয়। | |
10 | তাছাড়া আদিবাসী জনসংখ্যা নিয়ন্ত্রণের একটি উপায় হিসেবে রাজা তৃতীয় চার্লস এ ভাষার ব্যবহার নিষিদ্ধ করে দেন। | |
11 | ১৯৯১ সালে কলম্বিয়ার সংবিধান পাস হওয়ার পূর্ব পর্যন্ত আইনটি বহাল ছিল। | |
12 | যদিও ভাষাটি সক্রিয়ভাবে ব্যবহৃত হয় না, তবুও এটি এখনও টিকে আছে এবং কলম্বিয়ানদের কারও কারও মুখে নিত্যনৈমিত্তিক জীবনে ভাষাটির কিছু কিছু শব্দ বেশ ভালোভাবেই বিরাজ করছে। | |
13 | এই শব্দগুলো মুইসকা ভাষা থেকে এসেছে। | |
14 | স্থানীয় বিভিন্ন পশু, গাছ এবং ফলমূলের বর্ননায় সাধারণত এই শব্দগুলো ব্যবহৃত হচ্ছে। শব্দগুলোকে “মুইসকুইসমস” বলা হয়। | Embora a língua não seja utilizada ativamente, ela permanece viva em algumas palavras de uso cotidiano na Colômbia as quais são derivadas dessa língua. |
15 | আর বগোটা এবং তাঁর আশেপাশের অধিবাসীরা প্রায়ই এই শব্দগুলো ব্যবহার করে থাকেন। যদিও শব্দগুলোর উৎস না জেনেই তারা সেগুলো ব্যবহার করছেন। | Geralmente utilizadas para descrever animais, plantas e frutas locais, essas palavras são denominadas de “muisquismos,” e são usadas corriqueiramente em Bogotá e em seu arredores por residentes, que desconhecem a origem das palavras. |
16 | মুইসকুবান প্রকল্পের লোগো। | Logo do projeto Muysccubun. |
17 | এই বিলুপ্তপ্রায় ভাষাটির ঐতিহাসিক গুরুত্ব কলম্বিয়া জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাষাবিদ্যা এবং নৃতত্ত্ব বিষয়ে পড়াশুনা করছেন এমন একদল শিক্ষার্থীদের উৎসাহিত করে তুলছে। | |
18 | তারা ভাষাটিকে আবার ধীরে ধীরে পুনর্জীবিত করার কাজ করছেন। | |
19 | এক্ষেত্রে তারা ডিজিটাল বিভিন্ন টুল, এ্যাপ এবং নানা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সুবিধাগুলোকে কাজে লাগাচ্ছেন। | |
20 | তারা প্রকল্পটির নাম দিয়েছেন “মুইসকুবান”। ইন্টারনেটে ভাষাটিকে লিপিবদ্ধ করতে এবং শেয়ার করতে এই প্রকল্পের অধীনে তারা কাজ করছেন। | A importância histórica da língua Muisca chamou a atenção de estudantes de linguística e antropologia de várias universidades colombianas, que estão trabalhando para reavivar a língua. |
21 | তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে, মুইসকা ভাষার প্রাথমিক উৎস উপকরণগুলোর প্রতিলিপি তৈরি করা এবং একটি উইকিতে তা আপলোড করা। | Utilizando-se de ferramentas digitais, aplicativos e mídias sociais, o projeto denominado de “Muysccubun” busca documentar e compartilhar a língua na internet. |
22 | তারা একটি স্প্যানিশ-মুইসকা অনলাইন অভিধান তৈরি করেছেন। | Entre suas atividades está a de transcrever documentos de fonte primária em Muisca e carregar como wiki. |
23 | অভিধানটি একটি বিনামূল্য এ্যান্ড্রয়েড এ্যাপ হিসেবেও পাওয়া যাচ্ছে। | Eles criaram um dicionário online Espanhol-Muisca, que também está disponível como app gratuito para Android. |
24 | গ্রুপটির ফেসবুক পেইজের মাধ্যমেও এই সামগ্রীগুলো শেয়ার করা হয়েছে। উইকিতে উল্লেখিত নথিপত্র থেকে পেইজটিতে দিনে একটি করে মুইসকা শব্দ শেয়ার করা হয়। | O material é também compartilhado pela página do grupo no Facebook onde eles compartilham a palavra Muisca do dia e mostram o link para a documentação no wiki. |
25 | উদাহরণস্বরূপঃ | Por exemplo: |
26 | আজকের শব্দঃ | Palavra do dia: |
27 | ১. মাছ ধরার জাল। | 1. Rede de pesca. |
28 | ২. অপরিচ্ছন্ন। | 2. despenteado. |
29 | মুইসকা ভাষার সাথে যুক্ত থাকার প্রযুক্তি ব্যবহারের এই অভিজ্ঞতা মুইসকুবান দলটিকে অনুরূপ উদ্যোগগুলোকে নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করছে। সেগুলোর মধ্যে রয়েছে, একটি অনলাইন সালিবা ভাষা-স্প্যানিশ অভিধান তৈরি করা। | Esta experiência de utilizar tecnologia para fomentar a língua Muisca gerou iniciativas semelhantes lideradas pelo grupo Muysccubun, incluindo a criação em parceria com o Instituto Caro e Cuervo de um dicionário online de Sáliba-Espanhol, que também está disponível como aplicativo para Android. |
30 | ক্যারো এবং কুয়েরভো ইন্সটিটিউটের সংযোগে একটি এ্যান্ড্রয়েড এ্যাপ হিসেবেও এটি পাওয়া যাচ্ছে। | Além disso, eles colaboram com o Mozilla Colômbia para promover a localização do browser do Firefox em idiomas indígenas da Colômbia. |
31 | তারা কলম্বিয়ান আদিবাসী ভাষাতে ফায়ারফক্স ব্রাউজারের স্থানীয়করণের প্রচার ঘটাতে মজিলা কলম্বিয়ার সাথেও সহযোগীরূপে কাজ করে যাচ্ছে। | |
32 | বগোটার পাশাপাশি বেশ কয়েকটি গ্রামীণ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে মুইসকা ভাষা শেখানোর আরও কিছু নতুন উদ্যোগ নেয়া হয়েছে। | |
33 | মুইসকা ভাষার নথিপত্র তৈরিতে এবং ভাষাটিতে নবজীবন সঞ্চার করতে ডিজিটাল প্রচার মাধ্যমে তাদের কাজগুলো ভাষাটিকে ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে প্রকল্পটি আশাবাদ ব্যক্ত করেছে। | Não obstante as novas iniciativas do ensino da língua Muisca em algumas escolas rurais, assim como em vários cursos em Bogotá, o projeto espera que a sua contribuição em documentar e revitalizar a língua Muisca possa florescer através do trabalho com as mídias sociais. |