# | ben | por |
---|
1 | ইরান: হোসেইন দেরাকশানকে মুক্ত কর | Irã: Libertem Hossein Derakhshan |
2 | গত পহেলা নভেম্বর ২০০৯ ছিল ইরানের ব্লগার হোসেইন “হোদার” দেরাকশানের গ্রেফতার হবার প্রথম বার্ষিকী। | 01 de novembro de 2009 foi o aniversário de um ano da prisão do blogueiro iraniano, Hossein “Hoder” Derakhshan. |
3 | যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্লগার ও সাংবাদিক সাইরাস ফারিভার জানাচ্ছেন তার সাথে দেরাকশানের ভাই হামেদের যোগাযোগ রয়েছে: | Cyrus Farivar, um blogueiro norte-americano e jornalista, relata que ele esteve em contato com o irmão de Derakhshan, Hamed, que lhe informou que: |
4 | জেলার নতুন এটর্নি জেনারেল (সরকারি আইনজীবী) এর সাথে হোসেইনের বাবা-মা দেখা করেছেন। এটর্নি জেনারেল ২৯শে অক্টোবর এভিন জেলে হোসেইন দেরাকশানের সাথে তার বাবা-মার দুপুরের খাবার খাওয়ার অনুমতি দেন। | Seus pais tiveram recentemente uma reunião com o novo promotor público, que lhes permitiu jantar na prisão de Evin, com seu filho, Hossein Derakhshan, na quinta-feira 29 de outubro de 2009. |
5 | এতে নিশ্চিত হওয়া গেছে যে হোসেইনকে এভিন নামক কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তবে পরিবারটি নিশ্চিত নয় যে, পরবর্তীতে হোসেইনের সাথে তাদের দেখা করার অনুমতি দেওয়া হবে কি না। | Isto confirma que Hossein está sendo mantido na prisão de Evin, no entanto, a família não sabe da próxima vez em que eles serão autorizados a vê-lo. |
6 | ইরানের ব্লগার জুইয়া লিখেছেন, দেরাকশান বিপ্লবী গার্ড বাহিনীর কারগারের ৩২৫ নম্বার বিভাগে অবস্থান করছে। | O blogueiro iraniano Jooya escreve que Derakhshan ainda está na secção nº 325 da prisão da Guarda Revolucionária. |
7 | জুইয়া এর সাথে যোগ করেন, মানবাধিকার কর্মীদের মতে তাকে একটি নির্জন কক্ষে এক বছর ধরে রাখা হয়েছে। | De acordo com ativistas de direitos humanos, Jooya acrescenta, que ele foi mantido em confinamento solitário durante cerca de um ano. |
8 | ইরানের একদল ব্লগার সিদ্ধান্ত নিয়েছে যে তারা এক সপ্তাহ ধরে তাদের ব্লগের শিরোনামের সাথে “হোসেইন দেরাকাশানকে মুক্ত কর” বাক্যটি রাখবে। | Um grupo de blogueiros iranianos decidiu acrescentar “Free Hossein Derakhshan” [Libertem Hossein Derakhshan] aos nomes de seus blogs por uma semana. |
9 | ফানুস আজাদ বলছেন [ফার্সী ভাষায়]: | Fanous Aza diz (fa): |
10 | আমিও আমার ব্লগের শিরোনামের সাথে “হোসেইন দেরাকশানকে মুক্ত কর” বাক্যটি যুক্ত করে দিয়েছি। | Eu também acrescentei “Free Hossein Derakhshan” [Libertem Hossein Derakhshan] ao nome do meu blog. |
11 | তিনি আরও বলেন: | Ele acrescenta:: |
12 | … যখন হোসেইন তার ব্লগে অন্যদের প্রতি অভিযোগ করা শুরু করে, তখন থেকে আমি তার ব্লগ পাঠ করা ছেড়ে দিই। কিন্তু এখন সে কে, এটা চিন্তা না করেই তার অধিকার রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছি…. | . . . quando Hossein começou a acusar os outros eu parei de ler o seu blog, mas agora eu defendo os seus direitos, sem pensar em quem ele é. . . . |
13 | অন্য মানুষের মত হোসেইনেরও মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার অধিকার রয়েছে। | Hossein, como outros seres humanos, deveria ter direito à liberdade de pensamento e de expressão. |
14 | পারসানেভেশত ব্লগারদের যৌথভাবে কাজ করার জন্য বলছেন, যাতে হোসেইনকে মুক্ত করার ক্ষেত্রে সর্বোচ্চ প্রভাব পড়ে। | Parsanevesht pede aos blogueiros para agir coletivamente, a fim de ter o máximo impacto. |