# | ben | por |
---|
1 | লাতিন আমেরিকার দেয়ালচিত্র এবং নাগরিক শিল্প: অনলাইনে এবং পথের ধারে | Graffiti Latino-Americano e Arte Urbana: Online e nas Ruas |
2 | ২০১০ সালের জানুয়ারিতে গ্লোবাল ভয়েসের প্রদায়ক ইসা ভিলারিয়েল লাতিন আমেরিকার নাগরিক শিল্প এবং দেয়ালচিত্র (আরবান আর্ট অ্যান্ড গ্রাফিটি) নিয়ে তিন পর্বের একটি সিরিজ প্রতিবেদন (১, ২, এবং ৩) লেখেন। | Em janeiro de 2010, a colaboradora do Global Voices Issa Villarreal [en] escreveu uma série de três partes sobre arte urbana e graffiti na América Latina intitulada “Graffiti and Urban Art: Voices from Latin American Streets” (I, II e III [en]). |
3 | লেখাটির শিরোনাম ছিল “দেয়ালচিত্র ও নাগরিক শিল্প: লাতিন আমেরিকার পথধ্বনি (গ্রাফিটি অ্যান্ড আরবান আর্ট: ভয়েস ফ্রম লাতিন আমেরিকান স্ট্রিটস)। | |
4 | এরপর থেকে ব্লগাররা এই বিকল্প শিল্প নিয়ে নানা প্রতিবেদন লিখছেন। এ অঞ্চলে এই শিল্পের জোরালো উপস্থিতি রয়েছে। | Desde então, blogueiros têm dado prosseguimento à cobertura desta forma alternativa de arte que desfruta de forte presença na região. |
5 | এ বছরের শুরুর দিকে বলিভিয়ার ব্লগার প্যাট্রিসিয়া ভারগাস (টুইটারে @এআরকুইটেকা [স্প্যানিশ]) চিলি সফরে যান এবং সেখানকার নাগরিক শিল্প আন্দোলন স্বচক্ষে দেখেন। | |
6 | তিনি কিছু ছবি শেয়ার করেন, তার কিছু অভিব্যক্তি দেখা যায় বিতাকরা সালিনাসানচেজ [স্প্যানিশ] ব্লগের অতিথি পোস্টে: | A blogueira boliviana Patricia Vargas (@arquitecta no Twitter) visitou o Chile no início deste ano e testemunhou o vibrante movimento de arte urbana do país. |
7 | চিলিতে সমসাময়িক নাগরিক শিল্প চমৎকার একটা “সকলের জন্য শিল্প” গ্যালারি খুঁজে পেয়েছে। | Ela divide imagens e reflexões num post como convidada para o blog Bitácora Salinasanchez [es]: |
8 | বিভিন্ন শহরে, উন্মুক্ত স্থানে চমত্কার চিত্রকর্মগুলো প্রদর্শিত হচ্ছে। | Patricia ressalta vários centros de arte urbana em Santiago, como o bairro Bellavista [es]: |
9 | সমসাময়িক চিত্রকর্মের সংগ্রাহক হারভি স্যানডেজের মতে, চিলিতে দেয়ালচিত্রে ফুটে উঠে প্রবল প্রতিবাদ আন্দোলন ছবি, যেখানে বাড়িঘরের দেয়ালে তাদের দাবি-দাওয়া দেখা যায়। | |
10 | বেলাভিসতা নেইবারহুডের মতো প্যাট্রিসিয়া সান্তিয়াগোর কয়েকটি গুরুত্বপূর্ণ নাগরিক শিল্পের কেন্দ্রস্থলকে তুলে ধরেছেন: | |
11 | ভেলাভিসতা, সান্তিয়াগো, চিলি। | Bellavista, Santiago, Chile. |
12 | ছবি তুলেছেন প্যাট্রিসিয়া ভারগাস। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Foto de Patricia Vargas, usada com permissão |
13 | তিনি চিলি উপকুলের ভালপারাইসোর কিছু নাগরিক শিল্পের ছবিও তুলে ধরেছেন: | Ela também compartilha imagens de arte urbana em Valparaíso, na costa chilena: |
14 | চমত্কার স্থাপত্য্ আর বিস্ময়কর প্রাকৃতিক বৈশিষ্ট্যপূর্ণ বন্দর নগরী ভালপারাইসো। বৈশ্বিক পথশিল্পের বিকাশে নগরের ঐতিহ্য আর অবহেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। | Valparaíso, cidade portuária de arquitetura particular, com uma topografia cheia de surpresas onde a herança, o patrimônia e o abandono têm um papel importante, criando um marco histórico a nível mundial na arte urbana, tornando-se numa galeria internacional, é a Meca do graffiti, onde os mais inesperados cantos e brechas foram apropriados por artistas locais e estrangeiros. |
15 | একে আন্তর্জাতিক গ্যালারি করে তুলেছে। | |
16 | দেয়ালচিত্রকর্মের মক্কা বলে পরিগণিত হচ্ছে। অপ্রত্যাশিত কোনাকাঞ্চি দেশী-বিদেশী শিল্পীদের কাছে সমাদৃত হচ্ছে। | Valparaíso em um jogo de sensações visuais que permite que você crie novos imaginários de diferentes estéticas que vão desde frases políticas, o punk até o humor. |
17 | ভালপারাইসো হচ্ছে দৃষ্টির অনুভবের সেই খেলা, যেখানে আপনি নন্দনতত্ত্বের নানা চিত্র তা হতে পারে রাজনৈতিক স্লোগান, কিম্ভুতকার ছবি, এমনকি হাস্যরসও অংকন করতে পারবেন। | |
18 | ভালপারাইসো, চিলি। | Valparaíso, Chile. |
19 | ছবি তুলেছেন প্যাট্রিসিয়া ভারগাস। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Foto de Patricia Vargas, usada com permissão |
20 | গ্লোবাল ভয়েস অনলাইনের স্প্যানিশ ভাষার সম্পাদক জোয়ান আরেল্লানো সম্প্রতি আমাজন রেইনফরেস্ট অঞ্চলের পেরুর আইকুইতোসের দেয়ালচিত্র নিয়ে একটি ব্লগ [স্প্যানিশ ভাষায়] লিখেছেন। | Juan Arellano [en], editor do site Lingua em espanhol do Global Voices Online, recentemente blogou [es] sobre graffiti em Iquitos, Peru, na floresta Amazônica. |
21 | সেখানে জোয়ান ব্যাখ্যা করেছেন, পেরু সাধারণভাবে দেয়ালচিত্র বান্ধব নয়। কর্তৃপক্ষ কিংবা দেয়ালের মালিক দ্রুতই সেগুলো মুছে ফেলেন। | Juan explica que o Peru geralmente não é amigável frente ao graffiti; as autoridades ou os proprietários das paredes rapidamente se livram deles. |
22 | তিনি সেখানে শেষবারের ভ্রমণে আইকুইতোস শহরে বেশ কিছু অক্ষত দেয়ালচিত্র দেখে বিস্মিত হন। | Ele ficou, portanto, surpreso quando ele viu alguns graffitis intocados na cidade de Iquitos, durante sua última visita. |
23 | পেরুর আকুইতোসের নাগরিক শিল্প। | Arte urbana em Iquitos, Peru. |
24 | ছবি তুলেছেন জোয়ান আরেল্লানো | Foto de Juan Arellano |
25 | আইকুইতোস, পেরু। | Iquitos, Peru. |
26 | শিল্পী সোসে। | Arte urbana por Sose. |
27 | ছবি তুলেছেন জোয়ান আরেল্লানো | Foto de Juan Arellano |
28 | একই ব্লগে জুয়ান সোসে নামের একজন তরুণ নাগরিক শিল্পীর গল্প বলেন। | Na mesma postagem, Juan compartilha a história de Sose, um jovem artista urbano. |
29 | তার গল্পের মধ্যে দিয়েই জানা যায়, এ অঞ্চলে নাগরিক শিল্পীরা কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেন: | |
30 | সম্প্রতি সোসে একটি বিব্রতকর অবস্থায় পড়েছিলেন। | Sua história reflete as lutas que muitos artistas urbanos enfrentam pela região: |
31 | আইকুইতোসের একটি রাস্তায় মুরাল আঁকানোর সময় মিউনিসিটিপ্যাল পুলিশ তাকে আটক করে মারধর করে। তারপর তাকে দেয়াল রং করার স্প্রে-সহ তাকে থানায় ধরে নিয়ে যায়। | Sose foi protagonista de um evento embaraçoso recentemente: enquanto fazia um mural em uma das ruas de Iquitos, foi espancado e detido [es] como um criminoso por membros da polícia municipal que o levaram à delegacia de polícia, e tomaram, também, seus sprays e seus rascunhos. |
32 | এ ঘটনার সূত্র ধরে, সংস্কৃতি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক সোসের ওপর বল প্রয়োগের ঘটনা নিয়ে তিনি অবগত আছেন বলে জানান। একই সঙ্গে নগর কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেন, এই নাগরিক শিল্পীরা নগরের সৌন্দর্যবর্ধনেরই কাজ করছে। | Após este acontecimento, o Diretor Regional de Cultura declarou [es] sua preocupação a respeito do excesso de força aplicada e pediu compreensão às autoridades municipais pois estes artistas ajudam a embelezar a cidade. |
33 | জোয়ান নিচের ছবির মাধ্যমে দেয়ালচিত্র কিভাবে প্রতিবাদে ব্যবহৃত হচ্ছে, তা তুলে ধরেন: | Juan também sublinhou como o graffiti é usado como uma forma de protesto nesta foto: |
34 | আইকুইতোসের পানির জন্য জেগে ওঠা। | "Iquitos ruge por água". |
35 | ছবি তুলেছেন জোয়ান আরেল্লানো | Foto de Juan Arellano |
36 | ফেসবুকে আপনি লা আর্জেন্টিনা গ্র্যাফিটেরা পাতার মতো আরো কিছু পাতা পাবেন, যেখানে লাতিন আমেরিকার নাগরিক শিল্পকে তুলে ধরা হয়েছে। | No Facebook é possível achar diversas páginas dedicadas à arte urbana na América Latina, como La Argentina Graffitera [es], que posta imagens, informações e encoraja os usuários a compartilharem fotos de arte urbana na Argentina. |
37 | লা আর্জেন্টিনা গ্র্যাফিটেরা পাতার ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন ছবি ও তথ্য শেয়ার করে আর্জেন্টিনার নাগরিক শিল্পকে উত্সাহিত করছে। | O blog Muro Rebelde [es] do colaborador do Global Voices Pablo Andrés Rivero é frequentemente atualizado com videos e imagens de arte urbana. |
38 | গ্লোবাল ভয়েস অনলাইনের প্রদায়ক পাবলো আন্দ্রেজ রিভেরোর মুরো রিবেলদে [স্প্যানিশ ভাষা] (বিদ্রোহী দেয়াল) নামের একটি ব্লগ আছে। | Pablo postou [es] o seguinte vídeo sobre o trabalho das artistas argentinas Brenda e Maria Eugenia, que “procura deixar uma pegada ecológica e muitas cores em espaços abandonados” |
39 | সেখানে নাগরিক শিল্পের ভিডিও এবং ছবি নিয়মিতভাবেই আপলোড করা হয়। | Em outra postagem [es], Pablo compartilha um vídeo sobre o trabalho da artista equatoriana Carla Sanchez, conhecida como Budoka: |
40 | পাবলো নিচের ভিডিওটি পোস্টটিতে [স্প্যানিশ ভাষায়] আর্জেন্টিনার শিল্পী ব্রেন্দা এবং মারিয়া ইউজেনিয়ার কাজ তুলে ধরা হয়েছে, যেখানে প্রাকৃতিক ভারসাম্য খোঁজা হয়েছে। | |
41 | এবং ফাঁকা জায়গায় প্রচুর রঙ দেখানো হয়েছে। | |
42 | অন্য একটি পোস্টে পাবলো ইকুয়েডোরের শিল্পী কার্লা সানচেজ যিনি বুডোকা নামেই বেশি পরিচিত তাকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন: | |
43 | আপনি বুডোকার কাজ দেখতে পারবেন তার ওয়েবসাইটে, ফ্লিকারে, ফেসবুকে। | Você pode seguir os trabalhos de Budoka pelo seu website, Flickr ou Facebook. |
44 | সবশেষে মুরো রিবেলদে প্যারাগুয়ের শিল্পী ওজি মনতানিয়ার ছবি প্রদর্শন করেছেন। ওজি মনতানিয়া অন্য একজন শিল্পীর সাথে মিলে লেখক অগাস্টো রোয়া বাসতোসের একটি মুরাল এঁকেছেন: | Finalmente, Muro Rebelde mostra [es] o trabalho do artista paraguaio Oz Montanía, que se juntou a outros grafiteiros para criar um mural em homenagem ao escritor Augusto Roa Bastos: |
45 | লেখক অগাস্টো রোয়া বাসতোসের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুরাল। | Mural em homenagem ao escritor Augusto Roa Bastos. |
46 | ছবি নেয়া হয়েছে http://www.dementesx.com/ ওয়েবসাইট থেকে। সিসি বিওয়াই-এনসি-এসএ ৩. ০ | Foto de http://www.dementesx.com/ (CC BY-NC-SA 3.0) |