# | ben | por |
---|
1 | মেডেলিন, কলম্বিয়া: রেসিপি | Medellín, Colômbia: A Receita |
2 | ‘লা রেসাটা' (রেসিপি) - মেডেলিন কলম্বিয়ায় হাইপারবাররিও আয়োজিত রাইজিং ভয়েসেস প্রকল্পের কর্মশালায় অংশগ্রহনকারীদের তৈরি একটি ভিডিও প্রডাকশন। | |
3 | বাংলা ছাড়া অন্য ভাষায় সাবটাইটেল দেখতে চাইলে ভিডিও প্লেয়ারটির ডানদিকের নীচের দিককার তীরচিহ্নে চাপ দিন। | ‘La Receta' (“A Receita”) - um vídeo produzido pelos participantes do projeto do Rising Voices, HiperBarrio, em Medellín, Colômbia. |
4 | আমাদের গত পডকাস্টে মেডেলিন কলম্বিয়ায় হাইপারবাররিও প্রকল্পকে উপস্থাপন করেছিলাম। | Para assistir ao vídeo com legendas em português, clique nas setas ao lado do símbolo do áudio, na parte inferior da telinha. |
5 | এতে জর্জ মনটোয়া লা লোমা সান জেভিয়েরের শ্রমিক শ্রেনীর ছেলেমেয়েদের প্রদত্ত প্রশিক্ষনকে মেডেলিনের ১৬তম “যুবাদের যোগাযোগ সেমিনার” এর অংশ হিসেবে ঘোষনা করেছেন। | No último podcast apresentando o projeto HiperBarrio em Medellín, Colômbia, Jorge Montoya [ES] descreveu a oficina que ele deu aos jovens da classe trabalhadora do bairro de La Loma San Javier como parte do 16º Seminario de Comunicación Juvenil [ES] anual de Medellín, ou “Seminário de Comunicação Jovem”. |
6 | এর ওয়েবসাইট অনুযায়ী সপ্তাহব্যাপী এই সেমিনারের উদ্দেশ্য হচ্ছে “শহরের মানুষের মধ্যে বৈপরীত্বগুলোকে মেনে নিয়ে সহাবস্থান এবং এই অভিব্যাক্তিকে সবার মাঝে ছড়িয়ে দেয়া”। | O objetivo do seminário que dura uma semana, de acordo com o site do evento, é “continuar a refletir sobre a diversidade e suas manifestações como forma de inclusão das pessoas que fazem a cidade”. |
7 | জর্জ এই কর্মশালাটি পরিচালনা করেছেন এবং সপ্তাহ শেষে দেখা গেছে প্রতিটি অংশগ্রহনকারী নিজস্ব ব্লগ খুলেছে। | Jorge deu uma oficina sobre novas mídias, e ao fim da semana cada jovem participante tinha montado seu próprio blogue. |
8 | তারা সবাই মিলে একটি গ্রুপ ব্লগও খুলেছে। | Eles também colaboraram em um blogue coletivo [ES]. |
9 | এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই কর্মশালায় তাদের অভিজ্ঞতা নিয়ে একটি সৃজনশীল ভিডিও প্রকাশ করেছে যা আপনারা উপরে দেখতে পাচ্ছেন। | |
10 | যুব প্রশিক্ষনার্থীদের এই ভিডিওটি উইন্ডোজ মুভি মেকার দ্বারা তৈরি। | E, o mais impressionante, eles produziram um vídeo clipe incrivelmente criativo sobre a experiência deles na oficina. |
11 | এতে দেখা যাচ্ছে তারা সেই রেসিপির বর্ণনা করছেন যাতে ব্লগের মত অংশগ্রহনকারী টুলগুলো দিয়ে শহরজুড়ে যোগাযোগ ব্যবস্থার কিরকম উন্নতি করা যায়। | O clipe - produzido através do Microsoft Windows Movie Maker - mostra eles ensinado a ‘receita' de como melhorar a comunicação na cidade usando ferramentas de participação comunitária como blogues. |
12 | এই ভিডিও ক্লিপটির শেষের দিকে অংশগ্রহনকারীদের নিজস্ব ব্লগগুলোর স্ক্রীনশট প্রদর্শিত হয়েছে (লিন্কগুলো কর্মশালা ওয়েবসাইটের ডান দিকের সাইডবারে রয়েছে)। | |
13 | আমি জিজ্ঞেস করেছিলাম জর্জকে যে কিভাবে তারা ভিডিও ক্লিপটি বানিয়েছে: | No fim do clipe, são mostradas as telas dos blogues participantes (os links estão no lado direito do site da oficina [ES]). |
14 | যখন সবকিছুর পরিকল্পনা করা হলো তখন তারা টিভির গতানুগতিক রান্নার প্রোগ্রামের মত করে একটি সেট তৈরি করল। | Pedi a Jorge para descrever o processo de fazer um vídeo. |
15 | আমরা এক ঘন্টা ধরে ভিডিওটি রেকর্ড করলাম এবং উইন্ডোজ মুভি মেকারের সাহায্যে এটি সম্পাদনা করা শুরু করলাম। কিছু ছবি যোগ করলাম এবং শেষভাগে সব অংশগ্রহনকারীদের ব্যক্তিগত ব্লগ পড়ার আমন্ত্রন জানিয়ে ভিডিওটি শেষ করলাম। | “Cuando estuvo planeado el asunto, ellos se dieron a la tarea de hacer una ambientación mínimamente de acuerdo con un programa de cocina, grabamos en cuestión de una hora y luego nos dimos a la tarea de editar entre todos con Movie maker, agregándole algunas de las fotos y cerrando con la invitación a que leyeran cada uno de los blogs nuevos. |
16 | আমরা সবাই এই অভিজ্ঞতাকে উপভোগ করেছি। | |
17 | আমরা প্রান খুলে হেসেছি এবং আমার মনে হয় যে আমাদের মৌলিক উদ্দেশ্যটি ছিল যে নিজে জানা এবং সবাইকে জানানো। সবাইকে ব্লগের প্রযুক্তিগত বিষয় সম্পর্কে ধারনা দেয়ার আগে এই ধারনাটাই তাদের মধ্যে ছড়িয়ে দেই। | Todos disfrutamos mucho la experiencia, nos reímos bastante y creo que lo fundamental fue la reflexión sobre la importancia de informar e informarnos, lo que era nuestro objetivo antes que pretender mostrar detalles técnicos sobre la apertura de blogs pues sobre eso ya hay bastante info. |
18 | ব্লগ কিভাবে শুরু করতে হবে এ সম্পর্কে এমনিতে প্রচুর তথ্য পাওয়া যায়। | Se quiso realizar algo más fresco, más del lenguaje de todos, con cierto sentido de invitación y para generar inquietudes.” |
19 | আমরা একটি নতুন কিছু করতে চেয়েছি, সবার জন্যে বোধগম্য একটি ভাষায়, এবং সবার মধ্যে এ সম্পর্কে আগ্রহ জাগিয়ে। যদিও পোস্টগুলো সবই হচ্ছে স্প্যানিশ ভাষায়, হাইপারবাররিও প্রকল্পের অধিকাংশ অংশগ্রহনকারীই তাদের শহরের ছবি যুক্ত করেছে। | “Quando estávamos planejando o assunto, eles tomaram para si a tarefa de fazer uma ambientação primariamente de acordo com um programa de culinária, gravamos em questão de uma hora, e logo começamos a editar juntos com o Movie Maker, juntando algumas das fotos e encerrando com um convite de leitura a cada um dos blogues novos. |
20 | কিছু উদাহরন নিন্মে দেয়া হলো: আমি নিশ্চিত যে আমাদের মতই এই নতুন ব্লগাররা তাদের কর্ম সম্পর্কে মুল্যায়ন বা ফিডব্যাক পেলে আনন্দিত হবে। | Todos desfrutamos muito da experiência, nós rimos muito e acredito que o fundamental foi a reflexão sobre a importância de informar e informarmos, o que era o nosso objetivo antes de querer mostrar os detalhes técnicos sobre como criar blogues, já que existe muita informação sobre isso. |
21 | সারা বিশ্ব থেকে এমনকি সাধারন শুভেচ্ছাও তাদের অনুপ্রানিত করবে। | Queríamos fazer algo mais fresco, mais perto da linguagem de todos, e com um certo sentido de convidar e gerar interesse” |
22 | ডটসাব ব্যবহার করে আপনারা এই ভিডিওর ট্রান্সক্রিপ্ট বিভিন্ন ভাষায় অনুবাদ করে সাবটাইটেল হিসেবে প্রদর্শন করতে পারবেন। | Embora todas as postagens sejam em espanhol, muitos dos participantes do HiperBarrio incluíram fotografias da cidade. Dentre os exemplos, estão: |
23 | শুধু আপনাকে রেজিস্টার করতে হবে একটি একাউন্টের জন্যে এবং কোন ভাষায় অনুবাদ করবেন তা নির্বাচন করবেন ভিডিও পাতার ডানদিক থেকে। | Como todos nós, tenho certeza de que os novos blogueiros gostariam comentários de encorajamento e até mesmo um simples saudações do mundo inteiro. (Texto original de David Sasaki) |
24 | আমি একটি ছোট স্ক্রিনশট বানিয়েছি যাতে বর্ণনা করা রয়েছে কিভাবে ডটসাব ব্যবহার করে ভিডিওর ট্রান্সক্রিপ্ট অনুবাদ ও একে সাবটাইটেল হিসেবে প্রদর্শন করা যায়। | Esta tradução foi feita por um dos voluntários da equipe de tradução do Global Voices em Português, com o objetivo de divulgar diferentes vozes, diferentes pontos de vista. Se você quiser ser um voluntário traduzindo textos para o GV em Português, clique aqui. |
25 | বাংলা সাবটাইটেল: অপর্না রায় | Se quiser participar traduzindo textos para outras línguas, clique aqui. |