# | ben | por |
---|
1 | সিরিয়া: ত্রেইমসেহ গণহত্যায় ক্ষোভ এবং দুঃখ | Síria: Massacre em Traymseh Evoca Ódio e Tristeza |
2 | গত বছর পবিত্র রমজান মাসের প্রাক্কালে বাশার আল-আসাদের শাসনের অনুগত সিরীয় বাহিনী কেন্দ্রীয় শহর হামা'তে প্রায় ৪৫ জন বেসামরিক লোকের উপর গণহত্যা চালিয়েছিল। | No ano passado, às vésperas do mês sagrado do Ramadã (ou Ramadão), forças militares sírias fiéis ao regime de Bashar al-Assad massacraram cerca de 45 civis na cidade central de Hama. |
3 | এই বছর রক্তপাতটি ঘটে হামা'র উপকণ্ঠে ত্রেইমসেহ গ্রামে। তবে এবার মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি মনে করা হচ্ছে। | Este ano, o derramamento de sangue ocorre num vilarejo vizinho a Hama, o de Traymseh, mas acredita-se que o total de mortes é muitas vezes maior. |
4 | এক্টিভিস্টদের মতে ১২ই জুলাই তারিখে গ্রামটিতে তিনটি পুরো পরিবারসহ প্রায় ২২০ জন বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। | Segundo ativistas, cerca de 220 civis foram assassinados [en] no vilarejo no dia 12 de julho de 2012, incluindo três famílias inteiras. |
5 | সিরীয় লেখক এবং ব্লগার রাইম আল্লাফ লিখেছেন: | A escritora e blogueira síria Rime Allaf [en] relata: |
6 | @রাল্লাফ: #সিরিয়া'র #হামা প্রদেশে আরেকটি গণহত্যার খবর এসেছে: ২২০ জন শিকার, অনেককে ছুরি দিয়ে জবাই করা হয়েছে, শিশুদেরকেও, ৩টি পুরো পরিবার। | @rallaf: Notícias sobre um novo massacre na #Syria, província de #Hama: cerca de 220 vítimas, muitas mortas com facadas, crianças inclusive, 3 famílias inteiras. |
7 | প্রতিক্রিয়াগুলোতে অনিয়ন্ত্রিত ক্রোধ এবং বিষণ্ণতা থেকে শুরু করে পরম অসহায়ত্ব প্রকাশিত হয়েছে। | As reações variaram de ódio e tristeza descontrolados a um sentimento de total abandono. |
8 | সিরীয় এক্টিভিস্ট সাকিব আল-জাবরি তার অনুভূতিগুলো সংকলিত করেছেন এখানে: | O ativista sírio Shakeeb Al-Jabri resume os sentimentos: |
9 | @লে'শেক: আমি জানিনা কারো “ইতোপূর্বে দেখা” গণহত্যার প্রতিক্রিয়াটি দুঃখজনক বা বেপরোয়া কিংবা অন্য কী হতে পারে। | @LeShaque:Não sei se é triste ou desesperador ou o quê quando a reação de alguém a um massacre é de “deja vu. ” |
10 | #সিরিয়া | #Syria |
11 | এদিকে কারিম লাইলাহ টুইট করেছেন: | Enquanto que Kareem Lailah tuíta: |
12 | @করিমলাইলাহ: এখন পর্যন্ত, মাটির উপরের চেয়ে মাটির তলে সিরীয়দের সংখ্যা বেশি। | @KareemLailah: No momento há mais sírios debaixo da terra do que na superfície. |
13 | #সিরিয়া | #Syria |
14 | শাকিব আল-জাবরিও সিরীয়দের গণহত্যার সম্পর্কে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে বিলাপ করেছেন, বিশেষ করে একারণে যে সিরিয়াকে নিয়ে ইউএনএসসি'র (জাতিসংঘ নিরাপত্তা পরিষদ) একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের পর এটাই প্রথম গণহত্যা নয়: | Shakeeb al-Jabri também lamenta a falta de ação das instituições internacionais no que diz respeito aos massacres na Síria, particularmente quando se tem em mente que este não foi o primeiro massacre a ocorrer durante uma reunião importante do Conselho de Segurança das Nações Unidas voltada para a Síria: |
15 | @লে'শেক: মুড, আনান, বান, ইউএনএসসি সবাই গণহত্যার নিন্দা করবেন, কিন্তু দুস্কৃতিকারীটিকে নয়, যেন মানুষ শুধু এমনি এমনি মারা যাচ্ছে। | @LeShaque: Mood, Annan, Ban, a UNSC, todos irão condenar o massacre, mas não os responsáveis, como se as pessoas simplesmente morressem, de forma espontânea. |
16 | #সিরিয়া | #Syria |
17 | এবং কথাটিকে সত্যি করে দিয়ে এই গণহত্যার অব্যবহিত পরেই জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস গণহত্যাটির নিন্দা করতে এগিয়ে এসেছেন: | E, como se tivessem ouvido, logo depois do massacre a embaixadora americana para as Nações Unidas, Susan Rice, surgiu para condenar o massacre: |
18 | @রাস্ট্রদূতরাইস: #ত্রেইমসেহগণহত্যা'র প্রতিবেদন বিকট দুঃস্বপ্নের মতো - #ইউএনএসসি'র পদক্ষেপের বাধ্যবাধকতার প্রয়োজনীয়তা নাটকীয়ভাবে চিত্রায়িত করে #সিরিয়া। | @AmbassadorRice: Relatos do #TraymsehMassacre equivalem a um verdadeiro pesadelo - ilustram dramaticamente a necessidade de se tomar medidas coercitivas contra a Síria |
19 | “আমাদের জবাই করার সময় বিশ্ব তাকিয়ে দেখছে। | “O mundo assiste enquanto somos massacrados. |
20 | আমরা ত্রেইমসেহ গণহত্যা ভুলবো না”, সিরিয়ার বিপ্লবের জন্যে ফেসবুক পৃষ্ঠাসমূহের ইউনিয়ন | |
21 | নাফসাইলেন্স বিদ্রূপাত্মকভাবে সদ্য প্রতিষ্ঠিত জাতীয় সমঝোতা মন্ত্রণালয় সম্পর্কে তার পাঠকদের স্মরণ করিয়ে দিয়েছেন: | O Massacre de Traymseh, não nos esqueceremos”, por Union of Facebook Pages for the Syrian Revolution [União das Páginas do Facebook em favor da Revolução Síria] [ar] |
22 | @নাফসাইলেন্স: উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে (আনানের কাছে বাশারের বড়াই করা) নতুন জাতীয় সমঝোতা মন্ত্রণালয়ের অধীনে এই ধরনের গণহত্যা এটাই প্রথম | @NuffSilence: É importante observar que este é o primeiro massacre do tipo que ocorre sob o novo ministério da Reconciliação Nacional (sobre o qual Bashar falou a Annan com orgulho) |
23 | অন্যদিকে সাফ'আ সানকারি এই বিয়োগান্তক ঘটনাগুলোর মাধ্যমে সিরীয়দের তাদের দেশের গ্রামাঞ্চলের ছোট্ট শহরগুলিকে আবিষ্কার করার একটি সাধারণ অনুভূতির প্রতিফলন ঘটিয়েছেন: | Enquanto que Safaa Sankari transmite um sentimento comum entre os sírios, que vêm descobrindo sobre a existência de pequenas cidades na área rural de seu país através dessas tragédias: |
24 | @সাফ'আ সানকারি: আজ #সিরিয়া'র #ত্রেইমসেহগণহত্যা'য় ২০০ জনের বেশি নিহত হয়েছে; সিরিয়ার যে শহরগুলোর অস্তিত্ব আমি কখনো জানতাম না আমি এখন সেটা জানি এসব গণহত্যার কারণে | @SafaaSankari: Mais de 200 pessoas foram mortas no #TraymsehMassacre #Syria (massacre de Traymseh, na Síria) hoje; cidades que eu nem mesmo sabia que existiam na Síria, vim a conhecer agora por causa desses massacres :( |
25 | উগারিতি হোমসি গণহত্যার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সিরীয় কর্তৃপক্ষের “দুষ্কৃতিকারীদের” গ্রেপ্তারের দাবি নিয়ে উপহাস করেছেন: | Ugariti Homsi zomba da declaração feita pelas autoridades sírias de que prenderam os “responsáveis” poucas horas depois do massacre: |
26 | @উগারিতি_হোমসি: সিরিয়া রাষ্ট্রীয় টিভি: “#ত্রেইমসেহগণহত্যা সংঘটনকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে” হায় আল্লাহ! এখনি আমার হার্ট অ্যাটাক হবে!! | @Ugariti_Homsi: TV estatal da Síria: “os terroristas que cometeram o #MassacreTraymseh foram presos” Ah, meu Deus, estou tendo um infarto neste instante!! |
27 | #মিথ্যাবাদীরা | #Mentirosos |
28 | এবং সবশেষে সামি আল-হামভি গণহত্যাটিকে নিন্দা করে দেশজুড়ে ভিন্ন একটি বিক্ষোভের ছবি ভাগাভাগি করেছেন: | E, por fim, Sami al-Hamwi compartilha uma foto dos diferentes protestos pelo país que condenam o massacre: |
29 | @হামাইকো: আজ রাতে এজেএম ত্রেইমসেহ'কে সমর্থন করে ৫টি ভিন্ন বিক্ষোভের প্রবাহ দেখাচ্ছে। | @HamaEcho: AJM exibe 5 correntes diferentes de manifestação em suporte de Treimseh esta noite.” |
30 | #সিরিয়া আজ রাতে এজেএম ত্রেইমসেহ'কে সমর্থন করে ৫টি ভিন্ন বিক্ষোভের প্রবাহ দেখাচ্ছে। | AJM exibe 5 correntes diferentes de manifestação em suporte de Treimseh esta noite. |
31 | আপলোড করেছেন টুইটার ব্যবহারকারী @হামাইকো | Uploaded pelo usuário de Twitter @HamaEcho |