# | ben | por |
---|
1 | আরো একবার অস্কার পুরস্কারের মনোনয়নে চালকের আসনে মেক্সিকোর নাগরিকেরা | Mexicanos voltam a estar em destaque nos Óscares |
2 | আলেহান্দ্রো গোনজালেজ ইনাররিটু, ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। | Alejandro González Iñárritu. Foto de Wikimedia Commons. |
3 | পরপর দ্বিতীয় বারের মত, মেক্সিকোর চলচ্চিত্র নির্মাতারা একাডেমি অফ মোশান পিকচার্স এন্ড সায়েন্স বা অস্কার নামে পরিচিত পুরস্কারের মনোনয়নে এগিয়ে রয়েছে। | Este artigo contém links que levam a outras páginas, inclusive noutros idiomas, caso queira aprofundar o assunto |
4 | | Pelo segundo ano consecutivo, os cineastas mexicanos terão um papel de relevo na cerimónia da Academia de Artes e Ciências Cinematográficas, mais conhecida como Óscares. |
5 | মনোনয়ন প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য মেক্সিকান নাগরিক বার্ডম্যান চলচ্চিত্রের পরিচালক আলেহান্দ্রো গোনজালেজ ইনাররিটু। | Alejandro González Iñárritu, realizador de Birdman, lidera o grupo. |
6 | গত বছর এভাবেই এগিয়ে ছিলেন মেক্সিকোর চলচ্চিত্র পরিচালক আলফন্সো কুয়ারোন, স্বনামধন্য চলচ্চিত্র ‘গ্রাভিটির' পরিচালক। | No ano passado, esse lugar pertenceu a Alfonso Cuarón, também mexicano, que realizou o aclamado filme Gravidade. |
7 | কেবল বার্ডম্যান ছবির পরিচালক হিসেবে নয় সাথে আরেকটি চলচ্চিত্রে সেরা চিত্রনাট্যকার হিসেবেও ইনারিটু মনোনয়ন লাভ করেছে। | González Iñárritu está nomeado não só pelo seu trabalho como realizador, mas também como argumentista. |
8 | ‘লা ইনেসপারেদাদা ভার্চু ডে লা ইগনোরেন্স' (উপেক্ষার অপ্রত্যাশিত গুণ) নামে পরিচিত সেই চলচ্চিত্রে শব্দ সম্পাদনার জন্য মার্টিন হার্নানদেজও মনোনয়ন লাভ করেছে। | Martín Hernández compete pela estatueta na categoria de edição de som do mesmo filme, também conhecido como A Inesperada Virtude da Ignorância. |
9 | মেক্সিকোর নাগরিক ইমানুয়েল লুবেজকি (ওরফে “এল চিভো”) সেরা চিত্রগ্রাহকের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। | Emmanuel Lubezki (conhecido como “El Chivo”) concorre na categoria de Melhor Fotografia. |
10 | এর আগের বছর, গ্রাভিটি চলচিত্রের জন্য তিনি এই বিভাগে পুরস্কার লাভ করেছিলেন। | Há um ano, ganhou o prémio com Gravidade. |
11 | এই এক অস্বাভাবিক বিষয় যে অস্কার মেক্সিকোর নাগরিকদের চলচ্চিত্রে অংশগ্রহণ বিষয়টিকে স্বীকার করে নিয়েছে। | É raro os Óscares reconhecerem a participação de mexicanos em vários filmes. |
12 | এদিকে এই বিষয়টি সত্য যে, ২০১৪ সালে কুয়ারোন এবং লুবেজকি-এর কাজ আমাদের মনে করিয়ে দেয় যে একাডেমি এবং চলচ্চিত্রের দর্শকের যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের এই সকল চলচ্চিত্র নির্মাতাদের সম্ভাবনা এবং প্রতিভার কথা স্মরণ করিয়ে দিচ্ছে, এই ধরনের অন্য সকল পুরস্কারের ক্ষেত্রে এই সকল প্রতিভা উপেক্ষিত রয়ে যায় । | Embora, em 2014, Cuarón e Lubezki tenham lembrado à Academia e ao público cinéfilo sobre o potencial e o talento dos cineastas a sul da fronteira dos EUA, noutras ocasiões esse talento passou despercebido. |
13 | এটা বলা যাবে না যে, গোনজালেজ ইনারিটুর এই প্রথম অস্কারের মনোনয়ন প্রাপ্তি। | Isto não significa que González Iñárritu seja um nome novo na lista dos nomeados para os Óscares. |
14 | “এল নেগ্রো” নামে পরিচিত গোনজালেজ ২০০৭ সালে বেবেল নামক চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কারের মনোনয়ন পান, তবে সেবার তিনি পুরস্কার জিততে পারেননি। | Em 2007, “El Negro”, como é conhecido, foi nomeado para o prémio de Melhor Realizador pelo filme Babel, mas não ganhou. |
15 | এদিকে লা পারকা বা পুনরাবির্ভাব নামক চলচ্চিত্র, যার প্রয়োজক সেন্ট্রো ডে ক্যাপাসিতাসিওন সিনেমাটোগ্রাফিকা, এসি, সেটি সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। | Entretanto, The Reaper ou La Parka, produzido pelo Centro de Capacitación Cinematográfica, A.C., concorre ao Óscar de Melhor Documentário em curta-metragem. |
16 | এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের রচয়িতা এবং নির্দেশক গ্যাব্রিয়েল সেররা আরগুয়েলো। | Este trabalho foi escrito e dirigido por Gabriel Serra Argüello. |
17 | বার্ডম্যান বা গ্রাভিটির মত লা পার্কারও প্রযোজক মেক্সিকোর একটি প্রতিষ্ঠান, এদিকে এর আগেরটির নির্মাতা আন্তর্জাতিক এক প্রতিষ্ঠান। | Ao contrário de Birdman ou Gravidade, La Parka é uma produção mexicana, enquanto os anteriores são produzidos por companhias internacionais. |
18 | লা পারকার নির্মাতারা অস্কারে এর মনোনয়ন প্রাপ্তির বিষয়টিকে টুইটারে এভাবে ঘোষণা করে: | Os produtores de La Parka anunciaram a nomeação no Twitter: |
19 | এখানে আপনারা লা পারকার ট্রেলার দেখতে পারেন, যা সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অস্কারের মনোনয়ন লাভ করেছে, যার নির্মাতা সিসিসমেক্সিকো। | Aqui poderão ver o trailer de La Parka, nomeado para o Óscar de Melhor Documentário em curta-metragem. |
20 | নিকারাগুয়া থেকে নাগরিকরা এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতি তাদের সমর্থন প্রদর্শন করেছে: | Produção de @CCCMexico Da Nicarágua, as pessoas deram apoio a esta curta-metragem: |
21 | অভিনন্দন। | Parabéns Gabriel Serra |
22 | মার্টিন হার্নানদেজ যখন তার রেডিও অনুষ্ঠান “আসি লস কোসাস” প্রচার করছিল, তখন সে এই সংবাদ শুনতে পায় এবং আর এভাবে তার সহকর্মীরা তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করে: | Martín Hernández recebeu a notícia da nomeação enquanto transmitia o seu programa de rádio “Asi las cosas” e foi assim que os seus colegas reagiram: |
23 | ডাব্লিউরেডিওমেক্সিকোর কক্ষ থেকে মার্টিন হার্নানদেজ, মেক্সিকোর চলচ্চিত্র বার্ডম্যান ২০১৫-এর অস্কার পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগের জন্য মনোনীত হয়েছে। | Aqui está Martín Hernández na cabine da WRADIO Mexico depois da sua nomeação |
24 | ওসভাল্ডো সুয়ারেজ গোনজালেজ ইনারিটুর কাজের বিষয়ে মন্তব্য করেছে: | Osvaldo Suarez comentou o trabalho de González Iñárritu: |
25 | আমি সবসময় গোনজালেজ ইনারিটুর কাজ পছন্দ করি, বিশেষ করে তার অসাধারণ চলচ্চিত্র “বার্ডম্যান”, দারুণ কাহিনী!! | Sempre gostei do trabalho de Gonzales Iñarritu, sobretudo do seu grande filme “Birdman”. Excelente história!! |
26 | ৮৭ তম বার্ষিক অস্কার পুরস্কার ২২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে। | A octogésima-sétima edição dos Óscares terá lugar no dia 22 de Fevereiro de 2015, no Dolby Theatre em Los Angeles, Califórnia. |
27 | অন্য কয়েকটি সফল চলচ্চিত্রের সাথে বার্ডম্যান প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে রয়েছে দি ইমিটেশন গেম, সেলমা (মার্টিন লুথার কিং জুনিয়র-এর কর্মকাণ্ডের উপর ভিত্তি করে নির্মিত) এবং দি থিউরি অফ এভরিথিং (অধ্যাপক স্টিফেন হকিন্স-এর জীবনীভিত্তিক এক বই -এর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র)। এছাড়াও রয়েছে দি গ্রান্ড বুদাপেস্ট হোটেল, বয়হুড, আমেরিকান স্নাইপার এবং হুইপল্যাশ -নামক চলচ্চিত্র। | Birdman tem como concorrentes vários filmes de sucesso, incluindo O Jogo da Imitação, Selma (baseado no activismo de Martin Luther King Jr.) e A Teoria de Tudo (adaptado de um livro sobre a vida amorosa do Prof. Stephen Hawking), além de O Grande Hotel Budapeste, Boyhood - Momentos de Uma Vida, Sniper Americano e Whiplash - Nos Limites. |
28 | হলিউড এন্ড হাইল্যান্ড সেন্টারে অবস্থিত ডলবি থিয়েটার, ছবি লেখক-এর। | Dolby Theatre no Hollywood & Highland Center. Foto do autor. |
29 | এদিকে, সেরা পরিচালক পদে গোনজালেজ ইনারিটু প্রতিদ্বন্দ্বিতা করছেন আমেরিকার চলচ্চিত্র নির্মাতা যেমন ওয়েস এ্যান্ডারসন (দি গ্রান্ড বুদাপেস্ট হোটেল), রিচার্ড লিনকালেটার (বয়হুড),বেনেট মিলার (ফক্স ক্যাচার) এবং নরওয়ের পরিচালক মর্টেন টাইলেডম (দি ইমিটেশন গেম)-এর সাথে, আশা করা হচ্ছে যে ইনারিটু এবার এই পুরস্কার মেক্সিকোয় নিয়ে আনবে। | Entretanto, González Iñárritu concorre pela distinção de Melhor Realizador contra cineastas americanos como Wes Anderson (O Grande Hotel Budapeste), Richard Linklater (Boyhood- Momentos de Uma Vida), Bennett Miller (Foxcatcher) e o norueguês Morten Tyldum (O Jogo da Imitação), que esperam levar o prémio para casa. |
30 | তবে এমনটাও ধারণা করা হচ্ছে যে এটা মেক্সিকোর জন্য সহজ কোন প্রতিদ্বন্দ্বিতা হবে না। | Como é de se esperar, não será uma competição fácil para o mexicano. |