# | ben | por |
---|
1 | “সমকামী তরুণ-তরুণীরা সাহসী হয়” এ মতবাদ প্রচারের জন্য সমকামী সাপোর্ট গ্রুপের ওপর রাশিয়ান সরকারের নিষেধাজ্ঞা | Governo Russo, “Crianças-404″ e a “propaganda gay” |
2 | রসকমনাডজর শিশু-৪০৪ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে এই প্রেক্ষিতে যে, সেখানে সমকামিদের ভাল মানুষ বলা হয়েছে। | Roscomnadzor impõe penalidades a Crianças-404 por sugerir que gays podem ser pessoas boas. |
3 | ছবিটি সম্পাদনা করেছেন কেভিন রথরক। | Imagem editada por Kevin Rothrock. |
4 | রাশিয়াভিত্তিক”শিশু-৪০৪,” যুক্তরাষ্ট্রের “ইট গেটস বেটার” প্রচারাভিযানের মতই সমকামী কিশোরদের জন্য একটি অনলাইন সাপোর্ট নেটওয়ার্ক যার প্রতিষ্ঠাতা এখন অবৈধভাবে সমকামী প্রচারণার দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন। | A fundadora do Crianças-404, uma rede de apoio on-line para adolescentes LGBT na Rússia (semelhante ao “It Gets Better” nos Estados Unidos) se posiciona formalmente após ser acusada de “propaganda gay”. |
5 | লিনা ক্লিমভা প্রথম এ অভিযোগ সম্পর্কে জানতে পারেন গত সপ্তাহে, যখন তদন্তকারীরা তার বাড়ি পরিদর্শন করে এবং ফেডারেল পুলিশ ভবনে তাকে তলব করা হয়। | Lena Klimova, que teve seu o caso contra seu grupo relatado na Global Voices foi convocada para comparecer em Moscou no dia 18 de novembro. |
6 | ক্লিমভাকে আজ নভেম্বর ১৮ তারিখে, মস্কোতে উপস্থিত হবার জন্য বলা হয়েছিল, কিন্তু সে মস্কো থেকে ১১০০ মেইল দূরে, নিযনি তাগিলে থাকার কারণে উপস্থিত হতে পারেনি। | Ela vive mais de 1.100 quilômetros de distância, em Nizhny Tagil, e a polícia recusou o pedido de Klimova para mover o inquérito para mais perto de sua casa. |
7 | শুনানিটি ক্লিমভার বাড়ির কাছে নেবার অনুরোধ পুলিশ প্রত্যাখ্যান করেছে। | No LiveJournal de Klimova foi publicado alguns trechos que ela chama de “mais saborosos bocados” sobre as acusações do governo contra Crianças-404. |
8 | ক্লিমভা লাইভজার্নাল টুডেতে এর কিছু অংশলিখেছেন -যা তার মতে, রাষ্ট্রীয় অভিযোগের কিছু অতুলনীয় অংশ। নিম্নলিখিত ভাষা ক্লিমভা'র সম্প্রদায়ের বিরুদ্ধে রাষ্ট্রীয় অভিযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে: | Os materiais [sobre as Crianças-404] podem motivar crianças a acreditar que ser gay significa ser uma pessoa corajosa, forte, confiante, tenaz, e alguém com um senso de dignidade e auto-respeito. |
9 | শিশু-৪০৪ এ দেখানো বিষয়সমূহ শিশুদের মনে এই ধারনা দিতে পারে যে সমকামী হবার অর্থ একজন সাহসী, সমর্থ, আত্মবিশ্বাসী, ধৈর্যশীল এবং আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হওয়া। | Os comentários [sobre as Crianças-404] são abertamente negativos para com as mães que condenam seus filhos adolescentes homossexuais. |
10 | শিশু-৪০৪ তে করা মন্তব্যসমূহ উন্মুক্তভাবে সেসকল মায়েদের প্রতি নেতিবাচক মনভাব গরে তুলছে যারা তাদের সমকামী বাচ্চাদের তাদের সমকামিতার নিন্দা জানায়। | Esta comunidade contém quase nenhuma informação sobre o fato de que esta orientação [sexual] é não tradicional de acordo com as normas, costumes e práticas da Federação Russa. |
11 | এই সম্প্রদায়ে এই বিষয়ে কোন তথ্য নেই যে, এধরনের যৌন অভিব্যক্তি রাশিয়ান ফেডারেশনের নিয়ম, রীতিনীতি, এবং অনুশীলনের সম্পূর্ণ বাইরে। | Esses são comentários publicados no Facebook por censores federais russos, que acusaram Crianças-404 de pôr em perigo os menores LGBT, fornecendo-lhes apoio psicológico “amador”. |
12 | এই অভিযোগসমূহ গতকাল প্রকাশিত ফেসবুক মন্তব্যের ওপর ভিত্তি করে রাশিয়ান কেন্দ্রীয় সেন্সর করা হয়েছে, যারা শিশু-৪০৪ এর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন যে শিশু-৪০৪ সংখ্যালঘু সমকামী সম্প্রদায়কে অপেশাদার” মানসিক সমর্থন প্রদানের মাধ্যমে বিপদ ডেকে আনছে। | O governo russo parece estar dizendo que adolescentes LGBT são uma ameaça para o outro, que exigem a atenção de profissionais da área médica, que irá explicar com calma que ser gay se opõe a coragem, a força, e qualquer outra coisa boa sob o sol. |
13 | রাশিয়ান সরকার মনে হয় এলজিবিটি তরুণদের বলছে যে তারা একে অপরেরে জন্য হুমকি- এধরনের তরুণদের ডাক্তারি সহায়তার প্রয়োজন, ডাক্তাররা তাদেরকে শান্তভাবে ব্যাখ্যা করবে সমকামী হওয়ার মানে ভাল কিছু ছাড়া বাকি সবই। | |
14 | আপনি যদি তরুণ এবং সমকামী হয়ে থাকেন, আপনি আপনার মত অন্যদের কাছ থেকে দূরে থাকবেন। | Se você é jovem e gay deve ficar longe de outras pessoas como você. |
15 | আপনার যদি কিছু করতে হয় তবে আপনি ডাক্তারের কাছে যান এবং সঠিক পরিচর্যা গ্রহণ করুন, মর্যাদা ও আত্মসম্মান জাতীয় বিভ্রমের আওতায় পড়ার আগেই। | Deve ir a um médico e procurar cuidados adequados, antes de cair sob delírios de dignidade e auto-respeito. |
16 | জনসেবামূলক ঘোষণা হিসেবে “ইট গেটস বেটার” এঅর্থে তা কেমন বলুন তো? | Tradução editada por Davi Padilha Bonela como parte do projeto Global Voices Lingua. |