Sentence alignment for gv-ben-20120122-22181.xml (html) - gv-por-20120111-26359.xml (html)

#benpor
1রাইজিং ভয়েসেস ক্ষুদ্র অনুদান সহায়তা দেবার জন্যে নাগরিক মিডিয়া প্রসার প্রকল্প প্রস্তাব আহ্বান করছেRising Voices abre seleção para projetos em mídia-cidadã
2দরখাস্ত জমা দেবার শেষ তারিখ: শুক্রবার, ৩রা ফেব্রুয়ারী, ২০১২ ১১:৫৯ গ্রীনিচ মান সময়।Prazo para envio de propostas: sexta-feira, 3 de fevereiro de 2012, às 23:59 GMT
3রাইজিং ভয়েসেস এর অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে নাগরিক মিডিয়া প্রসার প্রকল্পে ক্ষুদ্র অনুদানের মাধ্যমে কম প্রতিনিধিত্বকারী গোষ্ঠীদের পৃষ্ঠপোষকতা করা যাতে তারা নাগরিক গণমাধ্যম ও অংশগ্রহণমূলক ডিজিটাল মিডিয়া প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে পারে।Os micro-financiamentos do Rising Voices para projetos de mídia cidadã representam uma parte importante da nossa missão de apoiar e nutrir comunidades com pouca representação, de forma a possibilitar que elas tirem o máximo proveito possível de ferramentas participativas de mídia digital.
4২০০৭ সালের মে মাস থেকে শুরু করা এইসব ক্ষুদ্র অনুদান কর্মসূচীগুলো ব্যক্তি, তৃণমূল গোষ্ঠী, নেটওয়ার্ক এবং অন্যান্য প্রতিষ্ঠান যাদের পর্যাপ্ত অর্থ সাহায্য নেই, তাদের সহায়তা করে আসছে।Desde de 2007, esses pequenos financiamentos representam uma oportunidade para que indivíduos, redes e grupos comunitários, e outras organizações desprovidas de acesso a financiamentos maiores passem adiante conhecimentos, ajudando a membros da comunidade onde atuem a usar tais ferramentas, além de prover apoio contínuo.
5এরা এইসব প্রযুক্তি ব্যবহার করে তাদের গোষ্ঠীর অন্যদের প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দিচ্ছে। রাইজিং ভয়েসেস ২০১২ সালের কর্মসূচী হিসেবে ৪০০০ ইউ এস ডলার পর্যন্ত সহায়তার জন্যে উন্মুক্ত প্রকল্প প্রস্তাব আহ্বান করছে।É com prazer que o Rising Voices anuncia a seleção para a rodada 2012 de micro-financiamento e já está aceitando propostas de projetos no valor de até US$ 4.000,00 (quatro mil dólares norte-americanos) para projetos de mídia digital em todo o mundo.
6এই অর্থসাহায্য এনজিও, গোষ্ঠী এবং ব্যক্তিগত প্রার্থীদের জন্যে সমানভাবে উন্মুক্ত থাকবে। আমরা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মধ্যে সহায়তাকে উদ্বুদ্ধ করি।A oportunidade de financiamento está aberta coletivos, indivíduos (pessoas físicas) e a organizações não-governamentais (ONGs), sendo que incentivamos parcerias entre indivíduos e organizações.
7যেমন, যদি কোন এনজিওর কর্মী বাহিনীতে অভিজ্ঞতাসম্পন্ন নাগরিক মিডিয়া প্রশিক্ষক না থাকে তাহলে এটি গুরুত্বপূর্ণ যে তারা স্থানীয় ব্লগিং কমিউনিটির সহযোগীতায় উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষককে খুঁজে বের করবেন।
8অন্যদিকে, ব্যক্তি প্রার্থীদের জন্যে এটিও লাভজনক হবে প্রকল্পটিকে সাফল্যমণ্ডিত করার জন্যে প্রস্তাবিত কমিউনিটির জন্যে কাজ করা কোন কার্যরত এনজিওর সাথে সহযোগীতা করা।Por exemplo, se uma ONG candidata não contar com profissionais experientes em mídia-cidadã na sua equipe, é extremamente importante que a instituição busque apoio junto à comunidade blogueira local para encontrar facilitadores com o conhecimento necessário.
9আমাদের আকাঙ্খিত প্রতিষ্ঠানের আইনগত স্বীকৃতির দরকার নেই, কিন্তু তাদের ব্যান্ক অ্যাকাউন্ট থাকা জরুরী যাতে তারা অনুদানের অর্থ পেতে পারে।Por outro lado, também seria bastante benéfico que os candidatos individuais firmassem parcerias com uma ONG da comunidade em que planejam atuar, de modo a fortalecer o projeto e ampliar o seu impacto.
10রাইজিং ভয়েসেস চাচ্ছে সেইসব প্রকল্পের প্রস্তাব যা নতুন নতুন সমাজ থেকে নতুন কিছু কণ্ঠ তুলে আনতে আমাদের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।Não há exigências de registro legal para a organização, mas é preciso que os projetos selecionados tenham acesso a uma conta bancária capaz de receber transferências bancárias internacionais.
11আমরা সেই সব স্থানীয় প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে সাহায্য করতে আগ্রহী যারা কম প্রতিনিধিত্ব করা গোত্রের সাথে কাজ করে তাদের বিশ্বব্যাপী কথোপকথনের ওয়েবে নিয়ে আসতে সাহায্য করে।O Rising Voices espera receber propostas de projetos que compartilhem conosco a nossa missão de dar a voz a novas comunidades ou falantes de idiomas pouco conhecidos na conversa global que acontece na internet, através do uso da mídia-cidadã.
12এই প্রকল্পের প্রাথমিক কাজের মধ্যে থাকবে নির্ধারিত কমিউনিটির জন্যে নাগরিক মিডিয়া ট্রেইনিং ওয়ার্কশপ আয়োজন এবং অংশগ্রহণকারীদের জন্যে সহায়তা ও মন্ত্রণা প্রদান।A atividade principal do projeto deve ser o oferecimento de workshops e treinamento em mídia-cidadã para a comunidade em questão, aliado a ações de apoio técnico e aconselhamento para os participantes.
13অনুগ্রহ করে আমাদের বর্তমান এবং প্রাক্তন প্রকল্পগুলোর তালিকা দেখুন একটি সফল প্রকল্পের ধারণা নেবার জন্যে।Por favor, leia nossa lista de projetos atuais e passados para ver exemplos de iniciativas que já foram contempladas.
14প্রকল্প গুলো কেমন হতে পারে তার সম্ভাব্য উদাহরণের মধ্যে আছে:Exemplos de projetos interessantes incluem:
15অবশ্যই প্রকল্পের ধারনা এই সবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা উদ্বুদ্ধ করি আপনারা শৈল্পিক এবং বাস্তববাদী হোন আপনাদের প্রকল্প প্রণয়নে।As ideias para projetos não se limitam a essas, e incentivamos que os candidatos usem a criatividade, sem deixarem de ser realistas nas propostas apresentadas.
16আগ্রহী আবেদনকারীরা একটি অনলাইন প্রস্তাব আবেদন ফর্ম (এখানে পাওয়া যাবে) পূরণ করবে, যার মধ্যে একটি বিস্তারিত বাজেট থাকবে।Os interessados devem completar o formulário online (clique aqui), que também deve incluir um orçamento detalhado.
17এটি গুরুত্বপূর্ণ যে আপনারা ফর্মের শব্দের সীমাবদ্ধতার ব্যাপারটির প্রতি লক্ষ্য রাখবেন।É extremamente importante que os candidatos sigam os indicativos de limite de texto ao responder para cada pergunta.
18আপনারা যদি এই আবেদনপত্রটি অফলাইনে পূরণ করে পরে আপলোড করতে চান তবে এটি (গুগল ডক) টেক্সট ফাইল হিসেবে ডাউনলোড করতে পারবেন এখান থেকে।Se você prefere fazer o download do formulário de modo a completá-lo sem precisar estar conectado à Internet, por favor, acesse o documento aqui (formato Google Doc).
19তবে সব আবেদনই অনলাইনে জমা দিতে হবে, এবং আমরা কোন সংযুক্তি গ্রহণ করব না।No entanto, as candidaturas devem ser enviadas pela internet, e não é possível aceitar nenhum arquivo em anexo.
20আপনার প্রস্তাব জমা দেওয়ার পরে আবেদন প্রাপ্তির একটি স্বীকৃতি পাবেন এমন।Ao enviar seu formulário, você verá uma tela de confirmação como essa.
21যদিও আমরা বিশ্বের বিভিন্ন স্থানের ও ভাষাভাষী প্রকল্পকে উৎসাহিত করি, সব আবেদনপত্রই ইংরেজী ভাষায় পূরণ করতে হবে আমাদের নির্বাচকদের সুবিধার জন্যে।Nós apoiamos e encorajamos o envio de projetos de todos os cantos do planeta, mas todos os formulários devem ser preenchidos em inglês por ser este o idioma comum do nosso comitê de seleção.
22রাইজিং ভয়েসের আউটরিচ অনুদান ২০০০ থেকে ৪০০০ ইউ এস ডলারের মধ্যে হবে।Os financiamentos oferecidos pelo Rising Voices variam entre US$ 2.000,00 e US$ 4.000,00.
23অনুগ্রহ করে চিন্তা করবেন, সুনির্দিষ্ট আর বাস্তববাদী হবেন বাজেট প্রনয়ণের সময়।Por favor, seja o mais cuidadoso, detalhista e realista possível enquanto estiver definindo o seu orçamento.
24আবেদনকারীদের উৎসাহিত করা যাচ্ছে যে দরকারী না হলে ৪০০০ ডলারের সীমার অনেক নীচে বাজেটের অর্থ রাখতে কারণ ছোট আকারে অনুদান প্রদান অধিক সংখ্যক প্রকল্পকে অন্তর্ভুক্ত করার সুযোগ করে দেবে।Candidatos são encorajados a apresentar orçamentos menores que o limite de US$ 4.000,00, pois valores menores nos permitirão financiar um número maior de projetos.
25দরখাস্ত জমা দেবার শেষ তারিখ: শুক্রবার, ৩রা ফেব্রুয়ারী, ২০১২ ১১:৫৯ গ্রীনিচ মান সময় (অনুগ্রহ করে আপনার অঞ্চলের সময়টি জেনে নিন)।O prazo para o envio do formulário é 23:59 GMT do dia 3 de fevereiro de 2012 (Favor confirmar o prazo equivalente no fuso horário de sua área).
26এইসব প্রকল্প প্রস্তাব পর্যালোচনা করবে গ্লোবাল ভয়েসেস এর কর্মী, স্বেচ্ছাসেবক আর প্রাক্তন প্রকল্পের সদস্যদের একটি কমিটি।As propostas serão revisadas por um comitê formado pela equipe e voluntários do Global Voices, além de ganhadores de financiamentos oferecidos pelo Rising Voices em edições anteriores.
27আমরা সফল অনুদান প্রাপ্তদের নাম ঘোষনা করব ২৮শে ফেব্রুয়ারী ২০১২ তারিখের মধ্যে।Os novos contemplados serão anunciados em 28 de fevereiro de 2012.
28সফল প্রকল্পগুলোকে গ্লোবাল ভয়েসেস নেটওয়ার্কে বিশেষ ভাবে তুলে ধরা হবে।As propostas contempladas serão divulgadas com destaque nas redes do Global Voices.
29অনুদান প্রাপ্তদের একটি অনুদান চুক্তি সই করতে হবে যাতে হিসাব, রিপোর্টিং এবং অনুদান বিতরণ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী বর্ণিত থাকবে।Os responsáveis serão solicitados a assinar um acordo de financiamento, que definirá como será feita a prestação de contas, atribuição de responsabilidades e outros termos e condições relacionados à distribuição do financiamento.
30সফল অনুদান প্রাপ্তদের রাইজিং ভয়েসেস ওয়েবসাইটে নিয়মিত প্রকল্প সংক্রান্ত সংবাদ প্রকাশ করতে হবে, রাইজিং ভয়েসেস কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে এবং রাইজিং ভয়েসেস কমিউনিটির সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করতে হবে।As iniciativas contempladas também devem publicar atualizações regulares sobre o andamento do projeto no site do Rising Voices, manter contato permanente com a equipe do Rising Voices e também participar ativamente da comunidade Rising Voices.
31আপনারা আপনাদের জিজ্ঞাস্য সম্পর্কে আমাদের জানাতে পারেন নিচের মন্তব্যের অংশে বা অনুগ্রহ করে eddie [at] globalvoicesonline.org এই ঠিকানায় ইমেইল পাঠিয়ে দিন।Fique à vontade para tirar suas dúvidas na caixa de comentários abaixo ou enviando um e-mail para eddie [arroba] globalvoicesonline [ponto] org.
32ভাগ্য আপনার সহায় হোক!Boa sorte!