Sentence alignment for gv-ben-20101231-14291.xml (html) - gv-por-20110111-14181.xml (html)

#benpor
1মেক্সিকো : আদিবাসী জনগণ পবিত্র স্থানে খনি প্রকল্প বাতিলের আবেদন জানিয়েছেMéxico: Indígenas denunciam projeto mineiro em terra sagrada Huicholes: Povo nativo do México.
2হুইকোলেস: মেক্সিকোর আদিবাসী একটি গোষ্ঠী ছবি ফ্লিকার ব্যবহারকারী এডকারসি ক্রিয়েটিভ কমন এট্রিবিউশন-শেয়ার এলাইক লাইসেন্স এর অধীনে ব্যবহৃত
3মেক্সিকোর হুইকোলেস আদিবাসী (উইক্সারিকা নামেও পরিচিত) জনগোষ্ঠী কানাডার একটি খনি প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে।
4এই প্রকল্প আদিবাসীদের একটি পবিত্র স্থানের প্রতি হুমকি বলে তাঁরা দাবি করছে।Imagem do usuário edcarsi do Flickr utilizada sob a licença Creative Commons Attribution-Share Alike.
5কানাডীয় খনির ছাড় প্রদানের বিষয়ে তাঁরা তাদের এই উদ্বিগ্নতার কথা কানকুনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন -সিও পি ১৬ - এ তুলে ধরেছেন।Os indígenas Huicholes do México (também conhecidos como Wixarikas) denunciam que um projeto canadense de mineração está ameaçando um de seus terrenos sagrados.
6আদিবাসী পরিবেশ নেটওয়ার্ক ব্লগ রেড রোড কানকুন এ ব্লগার বিজেএম লিখেছেন: উইরিকুটা সংরক্ষিত প্রাকৃতিক এলাকায় কানাডীয় ফার্স্ট ম্যাজেস্টিক সিলভার নামক বহুজাতিক খনি প্রকল্প বাতিলের দাবীতে মেক্সিকান ইন্ডিয়ানদের একটি প্রতিনিধি দল কানকুন এসেছিল।Eles assistiram à Conferência das Nações Unidas Sobre as Mudanças Climáticas - COP16 em Cancún para manifestar sua preocupação com relação às concessões mineiras canadenses, como escreve o blogueiro BJM no blog da Rede Indígena sobre o Meio Ambiente Red Road Cancun [es]:
7প্রায় মরুভূমির এলাকা রিয়াল দো কাটোরসে থেকে আসা হুইকোলেস ইন্ডিয়ানদের জন্য এ স্থানটি পবিত্র।Tal lugar é sagrado para os indígenas Huicholes, que vão a esse território localizado no semi-deserto de Real de Catorce.
8এ স্থানটি সান লুই পটোসির উচ্চভূমিতে বসবাসরত উইক্সারিকা গ্রামের হুইকোলেস জনগোষ্ঠীর একটি অন্যতম প্রার্থনা কেন্দ্র।Trata-se de um dos centros principais de oração para o assentamento Wixarica do povo Huichol, localizado no altiplano de San Luis Potosí.
9একই বিষয়ে, ডিজিটাল সংবাদপত্র দি এসপেরান্জা প্রজেক্ট এ লেখক ট্রেসি এল.Sobre o mesmo tema, Tracy L.
10বার্নেট উইক্সারিকাদের এ ভূমির গুরুত্বের বিষয়ে একটি প্রবন্ধ লিখেন।Barnett do periódico digital The Esperanza Project escreveu um artigo sobre a importância desta terra para os Wixarika.
11তিনি তাঁর প্রবন্ধে উক্সারিকাদের বার্ষিক তীর্থযাত্রা সম্পর্কে বলেন:Ela também fala sobre a peregrinação anual que eles realizam [es]:
12উইরিকুটায় কানাডীয় রৌপ্য খনি পরিচালনাকারীগণ উইরিকুটা জনগোষ্ঠীর সবচাইতে পবিত্র স্থানকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে এ কথা জানাতেই আমরা প্রাথমিকভাবে সেখানে ছিলাম। এ সে স্থান যেখানে তাদেঁর প্রথামতে সূর্যের জন্ম হয়েছিল।Estávamos lá, principalmente, para difundir a notícia sobre a operação canadense de mineração de prata que está na lista para ser construída em terra Wirikuta, o lugar mais sagrado para o povo Wixarika onde, segundo sua tradição, nasceu o sol.
13স্থানটি এক অর্থে তাঁদের দুনিয়ার কেন্দ্র, বার্ষিক তীর্থযাত্রার গন্তব্য, যে তীর্থযাত্রা শত বছর ধরে সম্ভবত: হাজার বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে যে তীর্থযাত্রায় ধারাবাহিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পিতৃপুরুষের আত্মাকে আহ্বান করা হয় এবং সমগ্র গ্রহের শক্তির ভারসাম্য রক্ষা করা হয়।Este lugar é de alguma forma o centro do universo para este povo, o destino de uma peregrinação anual realizada durante centenas, talvez milhares de anos, que culmina com uma série de cerimônias para invocar os espíritos sagrados e para equilibrar as energias do planeta inteiro.
14৬,৩২৬ হেক্টর জমির মধ্যে কানাডার ফার্স্ট ম্যাজেস্টিক সিলভার কর্পোরেশন ২২ টি মাইনিং ছাড়ের অনুমোদন পেয়েছে যা কেন্দ্রীয়ভাবে প্রতিবেশ সংরক্ষণ দ্বারা সুরক্ষিত এবং ইউনেস্কো-স্বীকৃত প্রত্নতাত্ত্বিক সম্পদ রিয়াল দো কাটোরসের মধ্যে অবস্থিত।Foram outorgadas à empresa First Majestic Silver Corp. do Canadá 22 concessões mineiras, num total de 6326 hectares, muitos dos quais estão em uma reserva ecológica protegida pelo governo federal e em Real de Catorce, patrimônio arquitetônico reconhecido pela UNESCO.
15উইরিকুটা স্থানটিকে মেক্সিকোর আদিবাসী জনগোষ্ঠী উইক্সারিকাদের পবিত্র স্থান দাবী করে অনলাইন সাময়িকী ইন্টারকন্টিনেন্টাল ক্রাই একটি প্রতিবেদন প্রকাশ করে। তাঁরা যে সব পদক্ষেপ গ্রহণে আগ্রহী:O periódico online Intercontinental Cry publicou um post sobre as demandas dos Wixarika com respeito à terra Wirikuta, um lugar sagrado para os indígenas do México, assim como sobre as ações que estão dispostos a empreender [es]:
16উইক্সারিকা জনগোষ্ঠীর কাছে উইরিকুটার পবিত্রতা একটি ব্যাপক উদ্বেগের বিষয়; যদিও তাঁরা প্রায় ৩৫০০ জনকে ছাড়কৃত এলাকায়, ১৬ টি লোকালয় কেন্দ্রে এবং “একাধিক লোকালয়ে” বসবাস করছে মর্মে চিন্হিত করেছে।A maior preocupação do povo Wixarika é a santidade da Wirikuta. No entanto, eles também apontam que mais ou menos 3500 pessoas estão vivendo na área de concessão, em 16 centros populacionais e “numerosas localidades”.
17যদি রৌপ্য খনিটি কাজ শুরু করে তবে প্রত্যেকেই জল সঙ্কটে পড়বে এবং কোম্পানির ব্যবহৃত সায়ানাইডে প্রত্যেকেই অল্প থেকে শুরু করে মারাত্মক স্বাস্থ্য সমস্যায় পড়বে।Se a mina de prata entrar em funcionamentos, todos e cada um podem enfrentar escassez de água e problemas de saúde de moderados a graves devido ao uso de cianureto por parte da empresa.
18অনাবৃত সায়ানাইড, ঘোলাদৃষ্টি, তীব্র শ্বাস সংকট, মাথাব্যথা, সাধারণ দুর্বলতাসহ পক্ষাঘাত, হৃদযন্ত্রের বিকলতা এবং মৃত্যু ঘটাতে পারে।A exposição ao cianureto pode causar visão turva, dificuldade respiratória grave, dores de cabeça e debilidade geral, assim como paralisia, parada cardíaca, convulsões e morte.
19এ সব কারণে উইক্সারিকাগণ বলেন “এই বিধ্বংসী খনি প্রকল্প বন্ধের জন্য প্রয়োজনীয় সকল সম্পদের ব্যবহার,এবং আমাদের পক্ষে জাতীয় এবং আন্তর্জাতিক আইনগত সহায়তার পাশাপাশি অহিংস আন্দোলনের নাগরিক প্রতিবাদ জরুরি”Por esses motivos, os Wixarika afirmam que estão preparados para “usar todos os recursos necessários para deter este devastador projeto mineiro, através do uso de recursos legais nacionais e internacionais que estejam a nosso favor, além de ações de protesto civil não violento, caso seja necessário”.
20উইরিকুটা।Wirikuta.
21ছবি ফ্লিকার ব্যবহারকারী ডেভিড ম্যানিক্স ক্রিয়েটিভ কমন এট্রিবিউশন-শেয়ার এলাইক লাইসেন্স এর অধীনে ব্যবহৃতImagem de David Mannix, usuário do Flickr no México sob licença Creative Commons Attribution-Share Alike
22যদি প্রকল্পটি চলমান থাকে তবে যে সম্ভাব্য সমস্যাগুলো হবে তার প্রেক্ষাপট তথ্য -এর উপর কালচারাল সার্ভাইভাল একটি নিবন্ধ প্রকাশ করে:Cultural Survival postou antecedentes sobre possíveis problemas se o projeto continuar [es]: Se permitirem o avanço deste enorme projeto, seu impacto será igualmente enorme.
23এই ব্যাপক প্রকল্পটি যদি চলমান থাকে তবে তার প্রতিক্রিয়াও হবে ব্যাপক। সুরঙ্গের মাধ্যমে বা উন্মুক্তভাবে যে পদ্ধতিতেই তারা আকরিক খনন করুক না কেন খনি থেকে যে এসিড নি:স্বরণ হতে পারে তা শতবর্ষ ধরে পরিবেশ, ভূমি এবং পর্যটনের প্রাথমিক উৎসকে ক্ষতিগ্রস্ত করতে পারে।Tanto através da remoção do mineral pelos túneis ou da escavação a céu aberto, a mina produzirá imensas quantidades de resíduos que poderiam contaminar com ácido o meio ambiente por séculos e assolar a paisagem de uma região cuja fonte principal de renda é o turismo.
24ধূলা, শব্দ, ভূমিধ্বস এবং সড়ক নির্মাণ, ১৬ টি প্রজাতির পাখি বৈচিত্রের হুমকির কারণ হতে পারে।O pó, o ruído, a erosão, a construção de estradas, a contaminação da água e a destruição afetam a vida silvestre.
25খনির কারণে প্রায় মরুভূমির এ অঞ্চলে জলের স্তর ক্ষতিগ্রস্ত হবে ফলে কৃষকদের চাষের কাজ ব্যাহত হবে।Além disso, a importante diversidade de espécies de aves da região, incluindo 16 que estão ameaçadas, poderia desaparecer.
26এ আয়তনের খনিগুলোতে একদিনে যে পরিমান জলের ব্যবহার হবে সে পরিমান জল একটি কৃষক পরিবার ২৫ বছর ব্যবহার করতে পারবে।A principal preocupação dos pequenos agricultores da região é o potencial impacto que a mina teria nas camadas subterrâneas desse semi deserto.
27কালচারাল সার্ভাইভাল এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সহায়তার জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে যেমন বলা যায় অনলাইন অ্যাক্টিভিজম বা অনলাইন সক্রিয়তা।Minas deste tamanho usam em um dia a quantidade de água que uma família camponesa utilizaria em 25 anos. Cultural Survival também oferece diferentes maneiras de ajudar e gerar consciência sobre este tema [en], além de ideias sobre como agir através do ativismo online.