Sentence alignment for gv-ben-20081127-1428.xml (html) - gv-por-20081127-1452.xml (html)

#benpor
1ভারত: মুম্বাই এ বিস্ফোরণ, গুলি আর সন্ত্রাসবাদÍndia: Explosões, tiroteios e terror em Mumbai
2বেশ কয়েকটা ধারাবাহিক বিস্ফোরণ আর গুলির আওয়াজ শোনা গেছে, মনে হচ্ছে মুম্বাই শহর হামলার সম্মুখীন হয়েছে।Em uma série de explosões e disparos, a cidade de Mumbai parece ter sido alvo de ataque.
3মিডিয়ার খবর অনুযায়ী শহরের সাতটি জায়গা হামলার শিকার হয়েছে।Segundo as notícias, pelo menos sete diferentes locais foram atacados.
4অভুতপূর্ব এই ধরনের সন্ত্রাসী হামলায় গুলি, গ্রেনেড ও নানা বিস্ফোরণের সমন্বয়ে আক্রমণ চালানো হয়েছে সিনেমা হল, হোটেল, হাসপাতাল আর অন্যান্য জনবহুল স্থানে।Em uma espécie de terror sem precedentes, uma combinação de armas de fogo, explosões e granadadas foi usada para atacar cinemas, hotéis, hospitais e outros locais públicos.
5একটি মিডিয়া রিপোর্ট জানাচ্ছে:Uma matéria na imprensa [en] relata:
6অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আর ১৫ জন আহত হয়েছে যখন বুধবার রাত্রে অচেনা বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায় দক্ষিন মুম্বাইএর অন্তত চারটি স্থানে।Há relatos de que menos quatro pessoas foram mortas e 15 feridas quando grupos de pistoleiros não identificados abriram fogo em pelo menos quatro locais no sul de Bombaim, na quarta-feira à noite.
7এক লাইনের একটি পোস্টে, আ ভিঊ অন মার্কেট এন্ড লাইফ এই ঘটনার ফলে যে বিভ্রান্তি আর ধাক্কা লেগেছে তা জানাচ্ছে:Em uma postagem de uma linha, o blogue a view on markets and life [uma opinião sobre os mercados e a vida, en] evoca a confusão e o choque no momento.
8আমার জানালার বাইরে সাইরেন।Sirenes do lado de fora da minha janela.
9দয়া করে এটাকে নিরাপদ রাত্রি বানিয়ে দেন।Esperamos que seja uma noite segura.
10টুইটারে বেশ কয়েকজন মুম্বাই থেকে মেসেজ দিচ্ছেন আর মনে হচ্ছে খুব কম সংবাদ পাওয়া যাচ্ছে।No Twitter, várias pessoas estão falando de Mumbai, e parece que há poucas informações disponíveis.
11এ নিয়ে সন্দেহ আছে যে এটা কি আসলেই সন্ত্রাসী হামলা।Existe uma certa especulação quanto a este ser realmente um ataque terrorista.
12মুম্বাই বিভিন্ন গুন্ডদের মধ্যে মারামারি দেখেছে, কিন্তু এক দশকের মধ্যে এরকম সন্ত্রাসের খবর শোনা যায়নি।Bombaim constumava ser testemunha de guerras de quadrilhas, mas não se tem notícias delas há mais de uma década.
13ইঞ্জিনিয়ারদের জন্য একটি অনলাইন কমিউনিটি সাম্প্রতিক ঘটনা পোস্ট করছে:Uma comunidade online de engenheiros posta notícias sobre os eventos à medida que eles acontecem:
14১০ মিনিট আগে (ভারতীয় সময় রাত ১০:৪৫) গোলাগুলি আর বিস্ফোরণর খবর পাওয়া গেছে দক্ষিণ মুম্বাইএ।Há 10 minutos (10h45 PM IST) um tiroeteio e uma explosão foram relatados ao sul de Bombaim.
15এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায় নি।Até agora não há relatos de casualidades.
16১৫ জন আহত আর একজন পুলিশ আহত হয়েছে।Pelo menos 15 ficaram feridos e 1 policial foi ferido.
17গুলি করার জন্য এ কে ৪৭ অস্ত্র ব্যবহার করা হয়েছে।Foi usado AK 47.
18এ পযন্ত নিশ্চিত ৫টা গোলাগুলির ঘটনা।Até agora 5 relatos de incidentes foram confirmados.
19৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে!3 mortos foram confirmados!
20রেল স্টেশন (ছত্রপতি সিভাজি টার্মিনাল), তাজ হোটেল, কোলাবা কজওয়ে আর ভিটি স্টেশনে গুলির খবর পাওয়া গেছে।Tiros relatados no CST (Terminal Chatrapati Shivaji), Taj Hotel, Colaba Causeway e Estação VT.
21প্রতিবেদন নিশ্চিত করেছে যে এটা সন্ত্রাসী হামলা।As reportagens confirmam que é um ataque terrorista.
22ভিটি স্টেশনে আশংকা করা হচ্ছে যে অন্তত ১৫ জন আহত হয়েছে।Na Estação VT, teme-se que pelo menos 15 pessoas ficaram feridas.
23রেট্রিবিউশন্স এ একটা পোস্ট আমাদেরকে মনে করিয়ে দিয়েছে যে ভারতে সন্ত্রাসী হামলার ভয় একটা বাস্তবতা।Uma postagem no Retributions [en] recorda-nos que a ameaça do terror é muito real na Índia.
24স্টাকাটোতে একটা পোস্ট একই ধারণা তুলে ধরেছে- ভারতের বিভিন্ন শহরে সম্প্রতি যেসব চিন্তার অতীত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে:Uma postagem no Staccato [en] articula uma idéia semelhante - sobre os atentados terroristas cegos que têm repetidamente assolado várias cidades da Índia.
25আমরা যখন কথা বলছি তখনি বোম্বেতে বোমা বিষ্ফোরিত হলো।Bomba explode em Bombaim enquanto falamos.
26ফোন জ্যাম হয়ে গেছে, পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না।Telefones congestionados. Não consigo alcançar minha família.
27এর আগেও আমি এর ভিতর দিয়ে গেছি।Já passei por isso antes.
28তাই আতঙ্কিত হচ্ছিনা।Nada de pânico.
29আর একটা লেখা ভয় আর অসহায়ত্ব তুলে ধরেছে।Outra postagem [en] resume o sentimento de medo e desamparo.
30সংবাদে এইসব দেখা খুবই ভীতিকর।é extremamente assustador ver tudo isso nas notícias.
31আমি ভয়ে খুবই কাঁপছি। খবরে এইভাবে আমি কখনো ধাক্কা খাইনি।Estou tremendo sem parar de medo nesse momento. nunca me abalo por causa de notícias.
32দূরত্বের কারনে এটা হচ্ছে। বোম্বেতে থাকলে আমি হয়তো এতো মনোযোগ দিয়ে সংবাদ শুনতাম না।é a distância que está fazendo isso. se eu estivesse em Bombaim talvez eu não tivesse assistindo ao noticiário tão cuidadosamente.
33শহরের লোক শুধুমাত্র ধাক্কাটাই ব্লগ করছে।As pessoas na cidade blogam sobre o grande choque.
34রাত্রে অফিসের সময় শেষ হওয়ার পরে হামলা হয়েছে।Os ataques aconteceram tarde, e depois do horário de rush dos escritórios.
35হিমাদ্রী লিখেছেন:Himadri escreve [en]:
36কোলাবা থেকে তার এক বন্ধু সবে মাত্র ফিরেছে।Tinha um amigo dele que acabara de regressar de Colaba.
37বাড়ে মিয়া যেখানে সে খাচ্ছিল তার কাছে গুলী চলে।Um tiroteio tinha acabado de acontecer perto de Bade Miyan, onde ele estava comendo.
38আর আমরা যখন তা নিয়ে আলোচনা করছি আর সেলফোনে কোন নাম্বার ডায়েল করছি, কয়েক সেকেন্ড বা মিনিটের ব্যবধানে আমরা তিনটা বিস্ফোরণের শব্দ শুনতে পাই।E enquanto estávamos discutindo e discando números aleatórios no celular, ouvimos três explosões com segundos ou minutos de diferença uma da outra.
39মাটি কেঁপে গেল।A terra tremeu.
40এটা অন্য সাধারণ কোন রাত না।Esta não era apenas mais uma noite.
41আমরা টেলিভিশন খুললাম।Ligamos a televisão.
42বাইরে তখনো গুলি চলছে, ৪-৫ রাউন্ড একবারে।E os tiros ainda continuam do lado de fora, em séries de 4-5 rodadas.
43আমি এটা যখন লিখছি, গাড়ী, পুলিশের গাড়ীর সাইরেনের আওয়াজ আমার কানে বাজছে।No momento que estou escrevendo, há sirenes de veículos, viaturas policiais, ecoando no meu ouvido.
44আমার বসার ঘরে ছয়জন খবর শুনছে।Há 6 pessoas na minha sala agora, assistindo ao noticiário.
45তাদের মধ্যে দুইজন লিওপোল্ড এ বসে ছিল, যেখানে আগে গুলি চলেছে।Duas delas estavam sentadas no Leopold, onde houve um tiroteio mais cedo.
46একজন ব্রোকার, আর অন্যজন তার বন্ধু।Um deles é corretor, e outro um amigo dele.
47আমি আমার রুমমেট এখানে আছি।Estou aqui, minha companheira de quarto está aqui.
48আন্টি তার রুমে আছেন। ঘুমের ব্যাঘাত হওয়ায় বাবলু সবাইকে গালি দিচ্ছে।A tia está no quarto dela, Babloo está xingando todo mundo por pertubar o seu sono.
49আর আমরা একসাথে আছি।E estamos juntos.
50শুধুমাত্র একাত্ম হয়ে এর বিরুদ্ধে লড়া যাবে।Só podemos lutar juntos.
51এই পোস্ট যখন লেখা হচ্ছে তখনো, শহরে আরো হামলা আর সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এই পোস্টটি মুম্বাইয়ের সন্ত্রাসী হামলা নিয়ে গ্লোবাল ভয়েসেসের বিশেষ কাভারেজের অংশ।Ainda no momento que este artigo está sendo escrito (26 de novembro às 19:01 UTC), há relatos de mais ataques na cidade.