# | ben | por |
---|
1 | বিমান দুর্ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এডুয়ার্ডো ক্যাম্পোস নিহত | Candidato à Presidência do Brasil, Eduardo Campos morre em um acidente de avião |
2 | “আমরা আমাদের নেতার আকস্মিক মৃত্যুতে শোকাহত ও মর্মাহত, যিনি হয়তো ব্রাজিলকে বদলে দিতে পারতেন।” | Banner postado na página no Facebook do PSB de Franca, São Paulo. |
3 | সাউ পাউলোর ফ্রাঙ্কার পিএসবি শাখার ফেসবুক থেকে ব্যানারটি সংগৃহীত। | Eduardo Campos, 49, faleceu hoje, às 10h15 da manhã, em um acidente de avião na cidade de Santos, São Paulo. |
4 | ৪৯ বছর বয়সী এডুয়ার্ডো ক্যাম্পোস আজ সকাল ১০ টা ১৫ মিনিটে ব্রাজিলের সাউ পাউলোর শহর সান্তোসে একটি বিমান দুর্ঘটনায় নিহিত হয়েছেন। | O antigo governador do estado do Pernambuco era candidato à Presidência nas eleições que ocorrerão em outubro. |
5 | পারনাম্বুচো রাজ্যের সাবেক গভর্নর আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ছিলেন। | O avião privado caiu enquanto se preparava para aterrizar em meio a condições de tempo ruim, matando Campos e outras seis pessoas, entre tripulação de bordo e passageiros. |
6 | খারাপ আবহাওয়ার কারণে তাঁর ব্যক্তিগত জেট বিমানটি জরুরী অবতরণ করতে গেলে তা ক্র্যাশ করে। | Campos estava em terceiro lugar nas pesquisas de opinião, como candidato pelo Partido Socialista Brasileiro (PSB). |
7 | দুর্ঘটনায় ক্যাম্পোস এবং আরও ছয় জন ক্রু এবং যাত্রী নিহত হন। ব্রাজিলিয়ান সমাজতান্ত্রিক দলের (পিএসবি) চলমান নির্বাচনে ক্যাম্পোস তৃতীয় স্থান অর্জন করেন। | Ele morreu no mesmo dia, 13 de agosto, que o seu avô, o socialista Miguel Arraes, uma das figuras mais proeminentes da política brasileira no século XX. |
8 | ক্যাম্পোস সেই একই দিন ১৩ আগস্টে মারা গেলেন, যেদিন তার পিতামহ মিগুয়েল আরেসও মারা যান। | Ele deixa esposa, quatro filhos e uma filha. |
9 | মিগুয়েল আরেস ছিলেন বিশ শতকের ব্রাজিলিয়ান রাজনীতির বিশিষ্ট সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যক্তিত্ব। | A morte de Campos foi um choque para muitos no Brasil, país que foi sacudido por uma onda de protestos ao longo do ano passado. |
10 | তিনি তাঁর স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। | Muitos usuários do Twitter reagiram ao ocorrido e ofereceram seus pêsames: |
11 | তাঁর মৃত্যুতে দেশটির অনেকেই চরমভাবে ব্যাথিত হয়েছেন, বিশেষ করে, যারা গত বছর জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে যুক্ত ছিলেন। | Brasil chocado de norte a sul com a morte de Eduardo Campos - Alcinéa Cavalcante (@alcinea) agosto 13, 2014 |
12 | এ দুর্ঘটনায় মানুষ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং টুইটারে সমবেদনা জানিয়েছে: | Nao posso acreditar o que aconteceu com Eduardo Campos, Brasil ta chocado, meu Deus!!! |
13 | উত্তর থেকে দক্ষিণে, ব্রাজিল এডুয়ার্ডো ক্যাম্পোসের মৃত্যুতে মর্মাহত। | Muita foda acontece. - Leonardo Gabriel (@Lebito) agosto 13, 2014 |
14 | এডুয়ার্ডো ক্যাম্পোসের যা হয়েছে তা আমি বিশ্বাস করতে পারছি না, ব্রাজিলের জন্য এটি একটি বড় ধরনের ধাক্কা, আমার ঈশ্বর! | Estou chocado com a noticia da morte de Eduardo Campos. Grandíssima perda. |
15 | কি দুর্ঘটনাই না ঘটেছে! | Sem palavras. |
16 | এডুয়ার্ডো ক্যাম্পোসের মৃত্যুতে আমি শোকাহত। | - Diego D'Ermoggine (@diegoder) agosto 13, 2014 |
17 | অপূরণীয় ক্ষতি। আমি ভাষা হারিয়ে ফেলেছি। | Eduardo Campos foi um grande lutador das causas democráticas. |
18 | এডুয়ার্ডো ক্যাম্পোস গণতন্ত্রের একজন বড় মাপের যোদ্ধা ছিলেন। | Estou chocado. Hoje é um dia muito triste. |
19 | আমি শোকাহত। আজ সত্যি খুব দুঃখের দিন। | - Sergio Amadeu (@samadeu) agosto 13, 2014 |