# | ben | por |
---|
1 | যুক্তরাষ্ট্র: ‘গ্রাউন্ড জিরো মসজিদ’ এর মিডিয়া কাভারেজ পুনর্নির্মাণ | EUA: Desconstruindo a cobertura da mídia sobre a Mesquita no “Ground Zero” |
2 | পার্ক ৫১ এর লোগো | A logo da Park51 |
3 | বিগত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে একটি খবর লাগাতার মিডিয়ার মনোযোগ ধরে রেখেছে। | Nos últimos meses, a mídia nos Estados Unidos vem sendo constantemente atraída para a mesma história. |
4 | বিষয়টি হচ্ছে সেপ্টেম্বর ১১, ২০০১ এর হামলার স্থানের (‘গ্রাউন্ড জিরো') মাত্র কয়েক ব্লক দূরে পরিকল্পিত একটা ইসলামিক কমিউনিটি সেন্টারের নির্মাণ আর মিডিয়া জগতে এই নিয়ে দ্বিমুখী চরমপন্থী মতামত। | O caso é sobre os planos para a construção de um centro para a comunidade islâmica, distante apenas poucos quarteirões do local onde aconteceu os atentados de 11 de setembro de 2001 - um lugar chamado “Ground Zero”(“Andar Zero”) - o que vem dividindo a opinião dos meios de comunicação. |
5 | কিছু জ্ঞানী আর রাজনীতিবিদ, যেমন সারাহ প্যালিন, বিতর্কিত করেছেন এই কমিউনিটি সেন্টারকে, যাকে পার্ক৫১ বলা হচ্ছে এর অবস্থানের জন্য। ‘গ্রাউন্ড জিরো' এর কাছে এর নৈকট্যের কারণে অনেকে এই সেন্টার সরানোর কথা বলেছেন আর এটিই মূল বিতর্ক। | O centro comunitário, a ser chamado Park51 pela sua localização, é considerado polêmico por alguns especialistas e políticos, como Sarah Palin , devido a ser muito próximo do “Ground Zero”; o que tem feito com que alguns façam apelos para o centro não ser erguido no local. |
6 | একই সময়ে, অসংখ্য দল আর ব্যক্তি- যার মধ্যে নিউ ইয়র্ক শহরের মেয়র মাইকেল ব্লুমবার্গ আছেন - পার্ক৫১ এর সমর্থনে কথা বলেছেন। এরা আমেরিকানদের যুক্তরাষ্ট্রে মুসলিমদের ইতিহাসের কথা মনে করিয়ে দিয়েছেন আর সংবিধানের প্রথম সংশোধনীর কথা উল্লেখ করেছেন, যেটা স্বাধীনভাবে ধর্ম পালনের আহ্বান জানায়। | Ao mesmo tempo, vários outros grupos e pessoas - incluindo o prefeito de Nova Iorque Michael Bloomberg - manifestaram apoio ao Park51, lembrando aos americanos da história dos muçulmanos nos EUA e destacando ponto da Constituição americana first amendment (primeira emenda, en) que diz respeito ao livre exercício da religião. |
7 | কমিউনিটি সেন্টার নিয়ে বিদ্যমান সংকটময় পরিস্থিতির পিছনে মিডিয়া কাভারেজের প্রভাব আছে। | Além da própria questão sobre o centro comunitário, existe outro aspecto que é a cobertura da mídia em si. |
8 | অনেক মাস ধরে, আমেরিকার প্রধান ধারার মিডিয়া পার্ক৫১ এর কথা বলেছে ‘গ্রাউন্ড জিরো মসজিদ' হিসাবে, পরিষ্কারভাবে এটা বলে যে এই প্রকল্প মূল ৯/১১ ভূমিতে নির্মিত হবে (যা আসলে নয়) আর এই সেন্টারের একমাত্র কাজ হবে মসজিদ হিসাবে (আবারো মিথ্যা কথা- সেন্টারে একটি মসজিদ, সুইমিং পুল, থিয়েটার, বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার আর বিভিন্ন সুবিধা থাকবে)। | Durante meses, a maior parte da grande mídia norte-americana tem se referido ao Park51 como “a mesquita do Grand Zero”, sugerindo implicitamente que o projeto será erguido na mesma área do “Ground Zero” (o que não é verdade) e que o único objetivo do centro é ser uma mesquita (também falso - o centro inclui uma mesquita, como também piscina, teatro, creche para crianças, e vários outros aspectos). |
9 | ব্লগাররা এই গল্পের বেশ কিছু বিষয়ে আগ বাড়িয়ে মন্তব্য করেছেন, নিউ ইয়র্কে মুসলমানদের ইতিহাস থেকে ইসলাম ভীতি যা পার্ক৫১ এর বিরুদ্ধে তর্কের বিষয়। তাবসির. | Blogueiros correram para comentar sobre os vários aspectos do caso que vão da história dos muçulmanos em Nova Iorque até a Islamofobia inerente aos argumentos contra o Park51. |
10 | নেটে লিখতে গিয়ে একজন ব্লগার মিডিয়ার উত্তেজনা নিয়ে লিখেছেন: | Escrevendo para Tabsir.net, um blogueiro discute o hype na mídia: |
11 | বর্তমানে ‘গ্রাউন্ড জিরোর কাছে মসজিদ নির্মানের ব্যাপারে' মিডিয়া উত্তেজনার স্রোতের সাথে সম্পর্ক আছে আসলে কিছু বন্ধুহীন মানুষের গভীর ইসলাম ভীতির বহি:প্রকাশ যারা ইঞ্জুন, নিগ্রো আর ইহুদিদের ঘৃণা করেছে চিরজীবন আর রাজা জেমস এর বাইবেল সংস্করণের অংশকে ব্যবহার করেছে তাদের ঘৃণাকে ইন্ধন যোগানোর জন্য। | O hype da mídia em torno da construção de uma “mesquita” perto do Ground Zero faz parte de um profundo fervor islamofôbico que descende diretamente da mesma linhagem de pessoas hostis que se auto-justificaram ao odiar índios, pretos e judeus (como raças inferiores) e que conseguiram achar de alguma forma versos para dar apoio o seu ódio na versão bíblica do Rei Jaime. |
12 | আজকের (৮ই আগস্ট, ২০১০) নিউ ইয়র্ক টাইমস পত্রিকা লরি গুডস্টাইনের একটা আর্টিকেল ছাপিয়েছে যা দেশব্যাপী মুসলমানদের আরাধনার স্থান নির্মানে বাধা দেয়ার চেষ্টার ব্যাপারে লিখেছে। | Hoje, o New York Times publicou uma história escrita por Laurie Goodstein sobre os esforços de todo o país para impedir a construção de lugares de culto islâmico. |
13 | যদি এটা টি পার্টি ফোরামের আর একটি গণ্ডগোল পাকানোর জিনিষ হিসেবে পরিকল্পিত হওয়া থাকে, এটি মনে হয় মহিলাদের দানের সোসাইটির কাজের বদলে গুন্ডামি করা। | Ainda que esta fosse uma outra tempestade fabricada pelos fóruns do Tea Party (Direita Americana), isto está mais para um linchamento do que para um brunch filantrópico de senhoras da sociedade. |
14 | মরোক্কান-আমেরিকান লেখক লায়লা লালামি এতে সম্মতি দিচ্ছেন মনে হয় একটা ব্লগ পোস্টে, তবে তিনি হতাশা জানিয়েছেন মিডিয়া যে মুসলমানদের বাদ দিয়েছে পার্ক৫১ নিয়ে আলোচনার সময়ে সেটা নিয়ে: | A escritora americana-marroquina Laila Lalami parece ser da mesma opinião, e em seu blog, expressa frustração com a exclusão dos muçulmanos no diálogo sobre Park51 feito pela mídia: |
15 | লক্ষ্য করুন পার্ক৫১ এর পক্ষ আর বিপক্ষের দুই দল তৈরির সময়ে যেসব মুসলিমদের কথা বলা হচ্ছে তারা ‘ভূতপূর্ব মুসলিম' আর যেসব মানুষ সাহসের সাথে ধর্মীয় স্বাধীনতার জন্য দাঁড়ায় তার মধ্যে মন্ত্রীও আছেন সকল ধর্মের, কেবল ইসলাম ছাড়া। | Observe que ao criar os dois grupos- defensores e opositores da Park51- os muçulmanos que foram mencionados são chamados de “ex-muçulmanos”, enquanto as pessoas que bravamente defendem a liberdade religiosa inclui os líderes de todas as religiões, exceto a do Islã. |
16 | আমাদের কি এটা বিশ্বাস করতে হবে যে কোন মুসলমান, মন্ত্রী বা না, এই সব ধর্মীয় দলের আলোচনায় অংশ নিচ্ছেন না, যদিও বিষয়টা ইসলামিক কমিউনিটি সেন্টার নিয়ে? | Será que devemos acreditar que não- muçulmanos, quer sejam eles líderes ou não, estão participando desses grupos inter-religiosos? E no entanto, o assunto em questão é um centro para a comunidade islâmica? |
17 | আমাদের মিডিয়ার সর্বত্র আমি এই ধরনের কণ্ঠরোধ দেখি। | Eu vejo este tipo de silenciamento em toda a parte de nossa mídia. |
18 | রাজনীতিবিদরা লাগাতার ‘সংযত মুসলিমদের' কথা বলেন এগিয়ে আসার জন্য, আর তারা যখন আসেন, যেমন ইমাম ফায়সাল আব্দেল রাউফ করেছিলেন এই কমিউনিটি সেন্টার স্থাপনের সময়ে, তাদের বাদ দিয়ে মুসলমানদের মধ্যে যারা চরমপন্থী- ধর্মীয় আর পার্থিব- তারা যথেষ্ট স্থান পান তাদের মতামত জানানোর। | Os políticos falam constantemente sobre a necessidade de “muçulmanos moderados” para fazer frente, e quando o fazem, como Imam Feisal Abdel Rauf fez quando tentou criar este centro comunitário, são os extremistas entre os muçulmanos, tanto religiosos e seculares, que ganham amplo espaço para expressar suas opiniões. |
19 | যথেষ্ট। | Basta. |
20 | আরব-আমেরিকান ব্লগ কাবোবফেস্টে লেখক সানা ব্যাখ্যা করেছেন ম্যানহ্যাটানের ইতিহাসে মুসলমানদের ভূমিকার ব্যাপারে: | No blog Arab-American (Americana-Árabe) KABOBfest, a autora Sana explica o papel dos muçulmanos na história de Manhattan: |
21 | নিম্ন ম্যানহ্যাটন মুসলিম আর আফ্রিকানদের দাসদের শেষ আশ্রয়স্থল, যাদেরকে জোর করে নিউ ইয়র্কে পুনঃস্থাপন করা হয় যখন সেটা নিউ আমস্টারডাম ছিল। | Baixa-Manhattan é também o último lugar de paz dos muçulmanos e outros africanos, muitas vezes escravos, que foram forçadamente reassentados em Nova Iorque quando ela era ainda Nova Amsterdã. |
22 | ১৯৯১ সালে খুঁজে পাওয়া আফ্রিকানদের কবরস্থান প্রস্তাবিত মুসলিম কমিউনিটি সেন্টার থেকে ছয় ব্লক দূরে। | O African Burial Ground (Campo de Enterro dos Africanos), descoberto em 1991, é a seis quarteirões do centro proposto para a comunidade muçulmana. |
23 | যারা সেখানে শায়িত আছেন তাদের পরিচয় নিয়ে পণ্ডিতরা বির্তক করে যাচ্ছেন, কিন্তু এই বাস্তবতা যে এদের কিছু লাশ ঘোমটা পরিহিত ছিল নীল দানার লহরসহ, যা ইসলামের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়, এবং এটি ধারণা দেয় যে দাসদের মধ্যে মুসলমানরা ছিল যারা ম্যানহ্যাটনকে বড় শহর হিসাবে নির্মানে সাহায্য করেছে। | Estudiosos continuam a debater a identidade religiosa de centenas de pessoas enterradas nesse local, mas o fato de que alguns dos mortos usavam sudários e foram enterrados com colares de contas azuis, freqüentemente usados como talismã islâmico, sugere que muçulmanos estavam entre os povos escravizados que ajudaram a transformar Manhattan em nesta cidade movimentada. |
24 | অবশ্য, নিম্ন ম্যানহাটনের এই ইতিহাস ৯/১১ এর শিকারদের পরিবারের কাছে খুব কম মূল্য রাখে যারা প্রস্তাবিত কমিউনিটি সেন্টারের বিপক্ষে বিক্ষোভ করছেন। | Claro que esta história do Islã na Baixa-Manhattan significa pouco para as famílias das vítimas do 11 de setembro que estão protestando contra o projeto do centro. |
25 | তাদের বিক্ষোভের থেকেও বেশী চিন্তার বিষয় হল কি তাড়াতাড়ি কিছু রাজনৈতিক দল এই বিষয়টাকে ব্যবহার করেছেন তাদের নিজেদের মুসলিম বিরোধী কাজের জন্য। | Muito mais preocupante do que estes protestos é a forma instantânea como alguns grupos políticos têm usado essa questão para avançar em suas própria agendas anti-islamismo. |
26 | ডান-পন্থীদের বিদ্রূপের মুখে লাজিও আর প্যালিনের মন্তব্য কেবলমাত্র এক ফোটা উস্কানি। | Comentários por Lazio e Palin são simples gotas num oceano de vitríolo da direita. |
27 | একটি পরিষ্কার মিথ্যার মাধ্যমে জাতীয় রিপাব্লিকান ট্রাস্টের ওয়েবসাইট ঘোষণা করেছে যে মসজিদের আয়োজকরা ‘৯/১১ এর হামলার সন্ত্রাসীদের জন্য স্মৃতিসৌধ নির্মান করতে চাচ্ছে'। | Em uma mentira deslavada, o site National Republican Trust (Confiança da República Nacional) declarou que os organizadores da mesquita “pretendem erguer um santuário para os terroristas do 11 de Setembro”. |
28 | এইসব বক্তৃতা মুসলমান-আমেরিকানদের মূলত: ভয়ঙ্কর বিদেশী হিসাবে দেখে- আর ইচ্ছাকৃতভাবে- নিউ ইয়র্ক আর মুসলমান সমাজ নিয়ে গল্প বিকৃত করে। | Retórica que trata os americanos-muçulmanos fundamentalmente - e intencionalmente - como hostis estrangeiros - distorcendo a história de Nova Iorque e sua comunidade muçulmana. |
29 | পার্ক৫১ এর বিরোধীরা একটা কৌশল অবলম্বন করছেন মানহ্যাটনকে মক্কার সাথে তুলনা করে এবং এই বলে যে মক্কার ভিতরে কোন খ্রিষ্টান বা ইহুদিদের উপাসনালয় বানাতে দেয়া হয়না। | Uma tática que os adversários do Park51 têm usado para argumentar contra o projeto é comparar Manhattan com Meca, e que dentro de Meca não se pode construir lugares de culto cristão ou judeu. |
30 | ব্লগার ডেজার্ট পিস এই বিতর্ককে বাতিল করে দিয়েছেন: | Blogger Desert Peace enfraquece tal argumento: |
31 | প্রথমত, আমি যতদূর জানি, মক্কাতে একজনও ইহুদি বাসিন্দা নেই, তাই সেখানে কোন সিনাগগ বানানোর কারণ কি? | Em primeiro lugar, pelo que eu sei, Meca não tem um único habitante judeu, então por que construir uma sinagoga por lá? |
32 | সেখানে একটা আবাসভূমির ব্যবসা শুরুর জন্য? | Para dar início a uma empreitada de assentamentos? |
33 | মুসলিমদের সুলহান আরুচ বা চেশ্রনট শাস বা অন্য তাল্মুদিক বার্তা শেখানোর জন্য? | Para ensinar aos muçulmanos o Shulchan Aruch (lei do judaísmo) ou Chesronot Shas (partes do livro judeu) ou outras mensagens do Talmud (livro religioso judeu)? |
34 | অন্য দিকে, নিউ ইয়র্ক যদি লাখো না হয় তবে বেশ অনেক হাজার মুসলমানদের বাসস্থান। | Por outro lado, Nova Iorque é o lar de dezenas de milhares se não centenas de milhares de muçulmanos. |
35 | আর এই প্রকল্পের দায়িত্বে থাকা মানুষরা আমেরিকার নাগরিক যারা কোন আইন ভঙ্গ করেননি, কোন অপরাধ করেননি আর কাউকে আঘাত করেননি। | E as pessoas responsáveis pelo projeto são cidadãos americanos que não infringiram nenhuma lei, não cometeram nenhum crime e não feriram ninguém. |
36 | সত্যি নিউ ইয়র্কের মুসলমানরা যদি হিটলারের মতাদর্শের হতো যেমন এইসব ঘৃণা পূর্ণ আর উস্কানিমূলক চিহ্ন আমাদের বিশ্বাস করাতে চায়, তাহলে নিউ ইয়র্কের ইহুদি মেয়র মাইকেল ব্লুমবার্গ, যিনি এই প্রকল্প সমর্থন করেন, একজন নাজি সমর্থক অবশ্যই হবেন। | Com certeza, se os muçulmanos de Nova Iorque fossem da laia de Hitler, e sinais provocativos e de ódio nos fariam acreditar nisso, então o prefeito judeu de Nova Iorque Michael Bloomberg, que apóia o projeto, seria um adepto do nazismo. |
37 | তবে আরব-আমেরিকান ব্লগ জগতের মধ্যে সকল ব্লগার এই মসজিদ সমর্থন করেন না। | Todavia, nem todos os blogueiros apoiam a mesquita, inclusive alguns da blogosfera árabe-americana, dentre eles. |
38 | ইরাকি মোজো লিখেছেন: | Iraqi Mojo escreve: |
39 | তবে, রক্ষণশীল আমেরিকানদের প্রতি সম্মানার্থে আর ৯/১১ এর শিকারদের জন্য, আর এটা জেনে যে প্রস্তাবিত প্রকল্পের অর্থ সৌদি আরব আর অন্যান্য ওয়াহাবি অধ্যুষিত দেশ থেকে, আমার মনে হয় না গ্রাউন্ড জিরোর কাছে মসজিদ বানানোর জিদ করা মুসলিমদের ঠিক হবে। | No entanto, por respeito para com os americanos conservadores e para com as vítimas do 11 de setembro, e sabendo que o dinheiro para o projeto proposto virá provavelmente do href=”http://iraqimojo.blogspot.com/search/label/KSA”>KSA e talvez de outros reinos infestados de Wahhabis (sunitas), creio que seria imprudente os muçulmanos insistirem na construção da mesquita perto do “Ground Zero”. |
40 | এটা বলার পরে, নিউ ইয়র্ক বাসী আর মেয়র ব্লুমবার্গের কথা প্রমান করেছে যে আমেরিকানরা বেশ সহনশীল ইসলাম আর মুসলমানদের প্রতি। | Sendo assim, as ações dos nova-iorquinos e do prefeito Bloomberg já mostraram que os americanos são bem tolerantes ao Islã e aos muçulmanos. |