# | ben | por |
---|
1 | জর্জিয়া: দক্ষিণ ওসেটিয়ায় যুদ্ধ | Geórgia: Guerra na Ossétia do Sul |
2 | দক্ষিণ ওসেটিয়া সংকটের বিস্তারিত ও তাজা খবরের জন্যে গ্লোবাল ভয়েসেস বিশেষ কাভারেজ পাতা দেখুন | Veja a página de cobertura especial [en] do Global Voices sobre a crise na Ossétia do Sul. |
3 | জর্জিয়ার দক্ষিণ ওসেটিয়ার বিচ্ছিন্নবাদীদের দ্বারা জর্জিয়ার গ্রামে বোমাবর্ষণের অভিযোগ ও বিক্ষিপ্ত সংঘর্ষের পর ভীতি ছড়িয়ে পরেছে যে আবার দক্ষিণ ককেশাসে যুদ্ধ ছড়িয়ে পড়বে। | Na sequência dos confrontos e alegações de bombardeamento de aldeias na Geórgia por grupos separatistas na região da Ossétia do Sul, brota o receio de que mais uma vez a guerra comece no volátil sul do Cáucaso. |
4 | প্রচার মাধ্যমে রিপোর্ট আসছে যে জর্জিয়ার সেনারা রাজধানি তস্কিনভ্যালি ঘিরে রেখেছে এবং সবাই এখন দেখতে চাচ্ছে যে রাশিয়া নতুন এই অগ্রগতিতে কি প্রতিক্রিয়া দেখায়। | Com a imprensa relatando que tropas da Geórgia cercaram a capital [en], Tskhinvali, toda a atenção se volta para a Rússia, a espera de como o país reagirá aos últimos acontecimentos. |
5 | আন্কেল_ভানিয়া ব্যাটেলফোরামসে লিখেছেন যে এটা (সত্যিকারের) যুদ্ধ : | Escrevendo no BattleForums em 8 de agosto, Uncle_Vanya afirma que trata-se de guerra [en]: |
6 | গতকাল মাত্র যুদ্ধ শুরু হয়েছে, জর্জিয়া বিশাল সেনা হামলা শুরু করেছে দক্ষিণ ওসেটিয়া দখলের জন্য, আর এ পর্যন্ত ১৫ জন বেসামরিক লোক মারা গেছে। | |
7 | দক্ষিণ ওসেটিয়ার রাজধানী তস্কিনভ্যালিকে জর্জিয়ার সেনারা ঘিরে রেখেছে আর জর্জিয়ার বিমানবাহিনী ক্রমাগত হামলা করছে। | |
8 | মাত্র কয়েক মিনিট আগে রাশিয়ার শান্তিরক্ষীদের সদরদপ্তর জানিয়েছে যে রাশিয়ার শান্তিরক্ষীদের ব্যারাকে অস্ত্র হামলা হয়েছে আর অনেক মানুষ আহত হয়েছে। | |
9 | রাশিয়া যুদ্ধে যাচ্ছে, সেনা মোতায়েন এখনো হয়নি কিন্তু শান্তিরক্ষী আহত হওয়ার পর আমাদের আর কিছু করার নেই, রাশিয়া জর্জিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে গেছে। | |
10 | রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে যে রাশিয়ার এসইউ-২৪ বিমান জর্জিয়ার কারেল শহরে বোমা ফেলেছে। | A guerra acabou de começar ontem, a Geórgia deu início a uma maciça operação militar para capturar a Ossétia do Sul, até agora foram contabilizadas 15 mortes de civis. |
11 | শহরের প্রধান পুলিশভবন বোমায় ক্ষতিগ্রস্ত হয়েছে তবে প্রানহানির কোন খবর আসে নি। | Tshinvali, capital da Ossétia do Sul, está cercada por forças da Geórgia e sendo triturada pelas forças aéreas daquele país. |
12 | আমি যেমন বলেছি, রাশিয়ার সৈন্যরা ইতোমধ্যে উত্তর ওসেটিয়ার সীমান্তে জড়ো হতে শুরু করেছে এবং সংঘর্ষের কেন্দ্রস্থলে আজ কোন এক সময় অবস্থান নেবে। | Há poucos minutos o quartel general das forças de manutenção da paz na região informou que houve alvejamento direto sobre os alojamentos das forças de paz russas e houve feridos. |
13 | এই অন্চলে অবস্থিত রাশিয়ান শান্তিরক্ষী বাহিনীকে জর্জিয়া সংঘাতের একটি পক্ষ মনে করে। এবং পরিস্থিতি আরও জটিল হয়েছে কারন দক্ষিণ ওসেটিয়ার অধিকাংশ জনগণেরই রাশিয়ার নাগরিকত্ব (পাসপোর্ট) রয়েছে। | A Rússia está indo à guerra, ainda não enviamos tropas, mas com membros de nossa força de paz feridos agora não temos outra escolha, a Rússia está de fato em estado de guerra contra a Geórgia. |
14 | অনেক প্রচার মাধ্যম জানাচ্ছে যে রাশিয়া জর্জিয়ার কেন্দ্রস্থলের নিশানায়ও আঘাত করছে। বি এন্ড সি গো টু জর্জিয়া ব্লগ (একজন পিস কর্পস স্বেচ্ছাসেবকের ব্লগ) ইতোমধ্যে জানিয়েছে যে এটি সত্যি হতে পারে: | Há um relatório do Ministério da Defesa da Geórgia que diz que uma esquadrilha russa de Su-24 fez um ataque aéreo soltando bombas na cidade de Karel, na Geórgia, deixando a principal delegacia de polícia da cidade bastante destruída com os bombardeios, não há relatos de vítimas até o momento. |
15 | ব্রেন্ডেন সকালে খাশুরির উদ্দেশ্যে রওনা হয়েছে প্রশিক্ষনার্থীদের একটি সেসনে যোগদান করতে.. কিন্তু আমি তিবলিসিতে থেকে গিয়েছি। | Como eu disse, há algumas semanas as forças russas se posicionaram na fronteira entre Ossétia do Norte e Ossétia do Sul e provavelmente começarão a se mobilizar em direção à zona de conflito em algum momento do dia. […] |
16 | তার আজ বিকেলে তিবলিসিতে ফেরার কথা ছিল। কিন্তু গোরি বার হবার পর তারা দেখল যে প্রধান রাস্তা উড়িয়ে দেয়া হয়েছে (আমার মনে হয় কোন ইংরেজী সংবাদ মাধ্যমে এটি প্রচারিত হয়নি)। | A Geórgia já considera a presença das forças de paz russas no território como parte do conflito, e a situação se torna ainda pior pelo fato da maior parte das pessoas da Ossétia do Sul terem passaportes russos. |
17 | এসব প্রমাণ করে যে জর্জিয়ায় আমাদের অবস্থানকালে এটিই সবচেয়ে খারাপ পরিস্থিতি। | Algumas veículos de comunicação relatam que a Rússia é acusada de ter de fato alvejado a Geórgia. |
18 | এটি আমার নিজস্ব মতামত (পীস কর্পস বা আমেরিকান সরকারের নয়) যে পরিস্থিতি সম্পূর্ণ যুদ্ধাবস্থায় রুপ নিতে পারে। | B & C Go To Georgia [B & C vai à Geórgia, en] um blog de um integrante da Peace Corps, relata que há indícios de que isso possa ser verdade [en]: |
19 | এইড ওয়ার্কার ডেইলি একটি ভিডিও পোস্ট করেছে যার অপয়া শিরোণাম দিয়েছে “দক্ষিণ ওসেটিয়া - এটি যদি যুদ্ধ না হয় তাহলে কি আমি জানি না”। ওদিকে হরাইজনস আনলিমিটেড বিদেশী পর্যটকদের জর্জিয়া থেকে দুরে থাকতে বলেছে: | Aid Worker Daily [Cotidiano de um trabalhador de ajuda humanitária, en] posta um vídeo e, preocupantemente, intitula a postagem de “Ossétia - Se não for guerra, não sei o que é”, enquanto Horizons Unlimited [Horizontes Ilimitados] aconselha os viajantes internacionais a ficarem longe da Geórgia [pt]: |
20 | জর্জিয়াতে এটি এখন ঘটছে…দেশের সেনাবাহিনী বিচ্ছিন্নতাকামী দুই প্রদেশের একটি দক্ষিণ ওসেটিয়াতে ঢুকে পরেছে .. এবং রাশিয়ানরা তাদের ‘সাথীদের' রক্ষার জন্যে বদ্ধপরিকর। | Tá tudo começando agora na Geórgia… A força militar da Geórgia invadiu uma das duas zonas que querem se tornar separatistas, na Ossétia do Sul… e os russos estão jurando defender os seus “compatriotas”. |
21 | রাশিয়ার শান্তিরক্ষীবাহিনীরাও হতাহতদের মধ্যে রয়েছে। | As forças de paz russas estão entre as vítimas. |
22 | রাষ্ট্রপতি মেদভেদেভ তার প্রতিরক্ষা কাউন্সিলকে ডেকেছেন, প্রধানমন্ত্রী পুতিন জোর গলায় বলেছেন রাশিয়া এর জবাব দেবে। | O Presidente Medvedev conclamou seu Conselho de Segurança, Primeiro Ministro Putin prometeu que vai haver uma resposta por parte da Rússia. |
23 | জর্জিয়ার রাষ্ট্রপতি সাকাসভিলি রিজার্ভ সৈন্যদের ডেকেছেন। | O Presidente da Geórgia Saakashvili convocou todos os reservistas. |
24 | এই অঞ্চল থেকে দুরে থাকাই ভাল। | Um lugar a ser evitado. |
25 | নাখস্পিল অ্যাট পলেমার্কুস জানাচ্ছে যে দক্ষিণ ওসেটিয়ায় এই যুদ্ধ নতুন বিশ্ব মেরুকরনের জন্যে একটি বড় পরীক্ষা, তবে এই ব্লগার নিশ্চিত না যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পরিস্থিতিকে বাড়তে দেবে কি না: | Nachspiel at Polemarchus' diz que o conflito na Ossétia do Sul é um teste para a Nova Ordem Mundial, mas não tem certeza se os Estados Unidos ou a Rússia permitirão que o incidente tome maiores proporções: |
26 | আমি এ সম্পর্কে, এমনকি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ নই। | […] Não sou especialista nesta matéria, ou nem mesmo em relações internacionais. |
27 | কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছি যে ঠান্ডা যুদ্ধের যে মৌখিক আস্ফালন, তার অনুপস্থিতি। | Mas uma coisa eu percebo: a ausência de um tipo de retórica confrontacional categorizando uma guerra fria. |
28 | বোঝা যাচ্ছে যে নেতারা নিজেরা এখনও মাঠে নামে নি, তাদের কুটনীতিকরাই যা বলার বলছে। | Evidentemente, os grandes caras ainda não começaram a comentar, deixando o falatório para os diplomatas. |
29 | কিন্তু এর মানে এটাও হতে পারে যে মস্কো আর ওয়াশিংটন একে একটি প্রধান আন্তর্জাতিক সংকটে পরিণত হতে দেবে না। | Mas isso também pode significar que nem Moscou nem Washington estão dispostos a deixar que esse problema se transforme em uma grande crise internacional. |
30 | এই যুদ্ধ কোল্ড ওয়ার পরবর্তী নতুন বিশ্ব মেরুকরনের জন্যে একটি বড় পরীক্ষা, কারন সংঘাতটি রাশিয়ার একেবারে দোরগোড়ায়। | Este é um teste para a nova ordem mundial pós Guerra Fria, com a batalha explodindo na porta da Rússia. |
31 | আশা করছি নিও কনজারভেটিভ রবার্ট কাগানের কথায় নতুন ঠান্ডা যুদ্ধের এটিই শুরু না হয়। | Esperemos que esta não seja a prova da nova guerra fria que o neo-conservador Robert Kagan reivindica que esteja a caminho. |
32 | এবং উপযুক্ত তথ্যের অভাবে এখনও এ সম্পর্কে ভবিষ্যৎবাণী করার সময় আসে নি। | No momento, é demasiadamente cedo para fazer previsões mal-informadas. |
33 | আমি ইউরোপীয়ান এবং আমেরিকার বিশ্লেষকদের আহ্বান করছি আমাদের জানাতে যে আমরা কি আশা করতে পারি। | Estou esperando que os comentadores europeus e, mais tarde, os americanos, despertem e me digam o que podemos esperar. |
34 | গ্রাউল অ্যাজ এ হাউজকীপার (রুশ ভাষায়) তার পাঠকদের পরিস্থিতির ব্যাখ্যা দিচ্ছে, এবং আরও জানাচ্ছে যে দক্ষিণ ওসেটিয়ার বেশ কটি ওয়েবসাইট ইতোমধ্যে হ্যাক্ড হয়েছে অথবা তাদের ব্লক করা হয়েছে। | |
35 | এই অঞ্চলে, যেখানে জিইয়ে রাখা সংঘাত এবং জাতিগত বিদ্বেষ স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে, টু কাপস অফ টি ব্লগ এই উপসংহারে এসেছে যে “সুন্দর দক্ষিণ ওসেটিয়া অঞ্চল যুদ্ধে বিদ্ধস্ত হচ্ছে“। | |
36 | যুদ্ধ আজ বিশ্বের একটি নতুন অঞ্চলে সম্প্রসারিত হল। যে কোন যুদ্ধেই সাধারণ নাগরিকদের বিয়োগান্ত পরিণতি ভোগ করতে হয়। | groul as a'housekeeper está atualizando seus leitores sobre a situação, mas também relata que vários sites na Ossétia do Sul já podem ter sido hackedos ou bloqueados [ru]. |
37 | এই সংঘাতে জড়ানো পক্ষগুলোর কারও কাছেই এটি নতুন নয়। তবে এটি বেশ বেদনাদায়ক যে জর্জিয়া, রাশিয়া এবং দক্ষিণ ওসেটিয়া একটি শান্তিপূর্ণ সমাধানে আসতে পারল না।[ …] | Mas numa região onde as tensões e conflitos étnicos paralisados ameaçam a estabilidade, talvez a última palavra deva ser deixada para two cups of tea [duas xícaras de chá] que diz que a “guerra está destruíndo a bela Ossétia do Sul” [en]: |
38 | আমরা শুধুই আশা এবং প্রার্থণা করতে পারি যে ওসেটিয়া ও জর্জিয়ার মানুষদের প্রতি ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে তাদের কথা শোনার ইচ্ছা প্রকাশ করলেই বেদনা এবং যুদ্ধের পরিণতি এড়ানো সম্ভব। | Só nos resta esperar e rezar para que a paz, a fraternidade e a vontade de ouvir as populações da Ossétia e Geórgia ganhem em relação à dor e à guerra. |
39 | পরবর্তীতে সাম্প্রতিক খবর এবং আরও বিস্তারিত জানানো হবে। | Mais atualizações virão na sequência. |