# | ben | por |
---|
1 | ড্রোন ফুটেজে কম্বোডিয়ার দর্শনীয় প্রাকৃতিক ভূচিত্রের প্রদর্শন | Filmagem a partir de aeromodelo revela paisagem cinematográfica do Camboja |
2 | কম্বোডিয়ার গ্রামাঞ্চল | Interior do Camboja |
3 | কম্বোডিয়ায় একটি তথ্যচিত্রের শুটিং করার সময় চলচ্চিত্র নির্মাতা রবার্ট সেরিনি সেই দেশের বিভিন্ন শহর এবং গ্রামীণ এলাকা ঘুরে দেখেন। | Enquanto filmava um documentário no Camboja, o produtor cinematográfico Roberto Serrini arranjou um tempinho para visitar vários vilarejos urbanos e rurais do país. |
4 | তাঁর দল কম্বোডিয়ার দর্শনীয় সৌন্দর্য ধারণ করতে একটি ডিজিআই ফ্যান্টম ড্রোন এবং একটি গো-প্রো ক্যামেরা ব্যবহার করেন। | A equipe dele usou um quadricóptero DJI Phantom e uma câmera GoPro para capturar a beleza extraordinária do Camboja. |
5 | সেই চিত্রগ্রহণের সময়কে তিনি একটি ‘আশ্চর্যজনক অভিজ্ঞতা' হিসেবে বর্ণনা করেছেন: | Ele descreveu [en] a filmagem como uma “experiência incrível”: |
6 | আমি আকাশ থেকে নম পেন এবং আনলুক লিক গ্রামীণ এলাকার সিনেমাটিক সৌন্দর্য অন্বেষণ করতে সক্ষম হয়েছি। | Enquanto filmava em Phnom Pehn e na aldeia rural de Anluk Leak, eu pude explorar a beleza cinematográfica desta terra a partir do céu. |
7 | এটি সত্যিই একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা, যা এই শিশুদের অনেকেই টেলিভিশনে তা দেখেনি। একটি উড়ন্ত ড্রোনের সঙ্গী হয়ে তাঁরা তা উপভোগ করল। | Uma experiência verdadeiramente incrível, uma vez que muitas dessas crianças nunca viram sequer uma televisão funcionando, quanto mais um aparelho voador; foi um deleite ver em seus rostos a mistura de empolgação, trepidação e incrível deslumbramento. |
8 | তাদের মুখে ছিল উত্তেজনা, কম্পন, এবং সন্ত্রস্ত হবার আশ্চর্য মিশ্রণ। | |
9 | নীচে রয়েছে রবার্টের কম্বোডিয়া ভ্রমনের কিছু ফ্লিকার ছবি: | A seguir, veja algumas fotos no Flickr da viagem de Roberto ao Camboja: |
10 | কম্বোডিয়ার গ্রামীণ এলাকার দৃশ্য | Paisagem rural do Camboja |
11 | কম্বোডিয়ার রাজধানী নম পেনের একটি মন্দির। | Templo em Phnom Penh, capital do Camboja |
12 | একটি কমিউনিটি প্লাজাতে একজন ভিক্ষু হাঁটছেন। | Monge caminhando em praça pública |
13 | কম্বোডিয়ার টুকটুক, খুবই জনপ্রিয় একটি বাহন। | Tuktuk, meio de transporte popular no Camboja |
14 | নম পেনের একটি মন্দির। | Templo em Phnom Penh |
15 | কম্বোডিয়ার টুকটুক, তিন চাকার সাধারণ বাহন। | Tuktuk, um veículo de transporte público de três rodas do Camboja |
16 | * ভিডিও এবং ছবি তুলেছেন রবার্ট সেরিনি। অনুমতি নিয়ে ব্যবহৃত। | *Vídeo e fotos de Roberto Serrini, usados com permissão. |