Sentence alignment for gv-ben-20111208-21614.xml (html) - gv-por-20111205-25262.xml (html)

#benpor
1সিরিয়া: রাজান ঘাজ্জাউয়িকে মুক্ত করSíria: Liberdade para Razan Ghazzawi
2এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ-২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। আজ সিরিয়া-জর্ডান সীমান্তে সিরীয় কর্তৃপক্ষ ব্লগার রাজান ঘাজ্জাউয়িকে গ্রেফতার করেছে।Este post é parte de nossa cobertura especial sobre Syria Protests 2011 [Protestos na Síria 2011].
3যখন ঘাজ্জাউয়িকে গ্রেফতার করা হয়, সে সময় ভদ্রমহিলা আরব বিশ্বে সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক এক কর্মশালায় যোগ দেবার জন্য জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।Um poster pedindo a liberdade de Razan foi criado por ativistas e apoiadores assim que a notícia de sua prisão foi conhecida.
4ঘাজ্জাউয়ির গ্রেফতারের ঘটনায় সারা বিশ্বের ব্লগার এবং একটিভিস্ট সমালোচনায় মুখর এবং ক্ষোভে ফেটে পড়েছে।Autoridades sírias detiveram a blogueira Razan Ghazzawi na fronteira sírio-jordaniana hoje.
5ঘাজ্জাউয়ি হচ্ছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এক সিরীয় ব্লগার এবং একনিষ্ঠ টুইটার ব্যবহারকারী, যিনি গ্লোবাল ভয়েসেস অনলাইন এবং গ্লোবাল ভয়েসেস অ্যাডভোকেসি উভয় সাইটে লিখে থাকেন।Ghazzawi, que foi presa na fronteira sírio-jordaniana, estava a caminho de Amã para participar de um seminário sobre liberdade de imprensa no mundo árabe.
6তিনি হচ্ছেন সেই সমস্ত অল্প সংখ্যক নাগরিকদের মধ্যে অন্যতম, যারা তাদের প্রকৃত নামে লিখে থাকে, সেখানে তিনি ব্লগার এবং যে সমস্ত একটিভিস্টকে সিরীয় সরকার গ্রেফতার করেছে, এবং একই সাথে পুরুষ সমকামী ও সংখ্যালঘুদের অধিকারের দাবিতে সোচ্চার।Sua prisão gerou críticas e raiva entre blogueiros e ativistas de todo o mundo, que pediram sua libertação imediata. Ghazzawi é uma blogueira [en] síria nascida nos EUA e uma usuária ávida do Twitter, e que também contribuiutanto com o Global Voices Online quanto com o Global Voices Advocacy.
7যখনই রাজানের গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়ে সাথে সাথে তার সমর্থকরা রাজানকে মুক্ত কর নামের একটি পোস্টার নেটে উঠিয়ে দেয়। তার সর্বশেষ পোস্ট ১ ডিসেম্বর ২০১১ তারিখে প্রকাশিত হয়।Ela é uma das raras blogueiras sírias que escreve usando seu nome verdadeiro, advogando o direito dos blogueiros e ativistas presosp elo regime sírio, assim como os direitos dos gays e de outras minorias.
8এটি মূলত সিরিয়ার ব্লগার হুসাইন ঘেরের মুক্তি উদযাপন উপলক্ষ্যে পোস্ট করা হয়। হুসাইন ঘেরের-কে সিরীয় সরকার ৩৭ দিন আটকে রেখেছিল।Seu último post [en], no dia primeiro de dezembro, celebrava a libertação do blogueiro sírio Hussein Ghrer, que foi mantido preso pelas autoridades sírias por 37 dias.
9রাজান ব্লগে লিখেছিল:Ela blogou:
10হুসাইন আজ রাতে তার ঘরে ফিরে যাবে, যেখানে সে তার স্ত্রীকে জড়িয়ে ধরবে, এবং আর কখনো দুটি মুল্যবান সঙ্গীতকে হারিয়ে যেতে দেবে না।Hussein estará em casa hoje à noite, onde ele dará um abraço apertado em sua mulher, e nunca mais deixará seus dois preciosos filhos novamente.
11এখন সবকিছু ঠিক হয়ে যাবে, এবং শীঘ্রই সব সমস্যার সমাধান হয়ে যাবে।Tudo ficará bem, e tudo terminará logo.
12পরিহাসের বিষয়টি নেট নাগরিকরা উপলব্ধি না করে পারেনি, যারা তার গ্রেফতারের পর সামাজিক প্রচার মাধ্যমে এই গ্রেফতারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেA ironia foi compreendida pelos internautas, que deram o alarme, depois da prisão da blogueira, nas redes sociais.
13সিরিয়ার রাজান সাফোর টুইট করেছে:A síria Razan Saffour tuitou:
14@রাজানস্পিকস:রাজান ঘাজ্জাউয়ি, গ্রেফতারকৃত নাগরিকদের ব্যাপারে সচেতনতা তৈরিতে সচেষ্ট ছিল, সে তাদের সম্বন্ধে লিখত এবং তাদের সমর্থন করত।@RazanSpeaks: Razan Ghazzawi costumava chamar atenção para os presos, escrever sobre eles e apoiá-los.
15ঘাজ্জাউয়ি এখন নিজে তাদের একজনে পরিণত হল।Ela agora se tornou um deles.
16#ফ্রিরাজন#সিরিয়া#FreeRazan #Syria
17এবং সে এর সাথে যোগ করে:e acrescentou:
18@রাজানস্পিকস:@রেডরাজন, আমার চিন্তা এবং হৃদয় এখন তোমার সাথে।@RazanSpeaks: [Nossos] Pensamentos e corações estão com você, @RedRazan.
19টুইটারে আমি যাদের সান্নিধ্যে এসেছি, তাদের মধ্যে তুমি সবচেয়ে সাহসীদের মধ্যে একজন।Uma das pessoas mais bravas que cheguei a conhecer no Twitter.
20#ফ্রিরাজান #সিরিয়া।#FreeRazan #Syria
21তার স্বদেশী এক সিরীয় নাগরিক সাসা উল্লেখ করেছে:O blogueiro Sasa nota:
22@সিরিয়াননিউজ:এখন আমার টাইমলাইনের সকল টুইট #ফ্রিরাজন।@syrianews: Quase todo tuíte na minha timeline contém #FreeRazan.
23সিরিয়ার পুলিশ, তোমরা কি আমাদের কথা শুনতে পাচ্ছ।Vocês nos ouvem, polícia síria?
24#ফ্রিরাজন#FREERAZAN
25এবং গ্লোবাল ভয়েসেস-এর তার এক সিরীয় সহকর্মী আনাস কাতিয়েস তাকে স্মরণ করেছেন:E o colega sírio do Global Voices Anas Qtiesh relembra:
26@আনাসকাতিয়েস:রাজান আমাকে @গ্লোবালভয়েসেস-এর চমৎকার এক দলের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তার কারণে আমি এইখানে অনুবাদক হিসেবে যোগ দিয়েছি।@anasqtiesh: Razan me apresentou ao maravilhoso time do @globalvoices e ela é a razão pela qual eu me uni como autor/tradutor.
27#ফ্রিরাজন#FreeRazan
28সিরিয়ার নাগরিক সাকেন আল জাবরি আরব লীগের নিষ্ক্রিয় হয়ে থাকার কারণে ক্ষুব্ধ :O sírio Shakeen Al Jabri fala sobre a Liga Árabe:
29@লেশাকে: ওহে আরব লীগ।@LeShaque: Hey Liga Árabe.
30কি ভাবে তোমাদের দুর্বল উপদেশ সম্বলিত কৌশল কাজ করবে?Como sua estratégia de mal-aconselhamento está funcionando?
31এখনো বিশ্বাস কর যে বাশার, দেশটিতে সংস্কার সাধন করবে?Ainda acredita que Bashar irá realizar reformas?
32#সিরিয়া#ফ্রিরাজান#Syria #FreeRazan
33এদিকে ছনদ বাহরাইনী শোক প্রকাশ করছে :Enquanto isto, Chanad Bahraini lamenta:
34@ছনদবিএইচ:@রেডরাজন@আলা এবং @আব্দুলইমাম, এরা সকলে ২০০৮ সালে লেবাননে অনুষ্ঠিত প্রথম আরব ব্লগার সম্মেলনে উপস্থিত হয়েছিল।@chanadbh: . @RedRazan, @alaa and @abdulemam estavam todos no primeiro Encontro de Blogueiros Árabes, no Líbanok, em 2008.
35আজ তারা, হয় কেউ জেলে, না হয় পালিয়ে বেড়াচ্ছে।Hoje estão todos na cadeia ou escondidos. #FreeRazan
36মিশরের বিখ্যাত ব্লগার আলা আব্দেল ফাত্তাহ মিথ্যা অভিযোগে কারাগারে আটকে আছে এবং বাহরাইনের ব্লগার আল আব্দুল রহমান বাহারাইনে লুকিয়ে আছে।O blogueiro egípcio veterano Alaa Abdel Fattah está sendo mantido preso sob provas forjadas e o blogueiro barenita Ali Abdulemamatualmente está escondido no Bahrein, onde ele também enfrenta acusações relacionadas com seu ativismo blogueiro.
37এরা দুজনে তাদের নিজেদের দেশের শুরুর দিককার ব্লগার।Ambos estão entre os blogueiros pioneiros em seus países.
38এদিকে তাদের বিশ্বস্ত বন্ধুরা, ঘাজ্জাউয়ির টুইটার এবং জিমেইল একাউন্ট, এবং একই সাথে তার ব্লগ চালু রেখেছে।Enquanto isto,amigos de confiança estão gerindo as contas do Gmail e Twitter de Razan, assim como seu blog.
39তার বন্ধুরা অবশ্য একই সাথে তার ফেসবুক একাউন্ট আপাতত স্থগিত করে রেখেছে।Seu perfil no Facebook também foi desativado por seus amigos.
40তার টুইটার একাউন্টে টুইট করা এক সাম্প্রতিক পোস্ট পাঠ করুন:Um tuíte recente de sua conta diz:
41@রেডরাজান: রাজান এখন আর তার টুইটার একাউন্ট পরিচালনা করতে পারছে না, এখন তার বন্ধু এবং সমর্থকরা তার একাউন্ট পরিচালনা করেছে!@RedRazan:Razan não está mais gerindo sua conta do Twitter, nós, seus amigos e apoiadores é que estamos!
42ফ্রিরাজান।#FreeRazan
43ঘাজ্জাউয়ির গ্রেফতারের উপর আসা আরো প্রতিক্রিয়া সম্বন্ধে জান্তা চাইলে টুইটারে #ফ্রিরাজান হ্যাশট্যাগ যাচাই করুন।Para mais reações sobre a prisão de Razan Gazzawi, por favor procurem a hashtag #FreeRazan nn Twitter.
44এছাড়াও তার মুক্তি দাবী করে ফেসবুকে একটি পাতা তৈরি করা হয়েছে [আরবি ভাষায়] ।Uma página no Facebook [ar] foi criada, pedindo sua libertação.].