Sentence alignment for gv-ben-20110827-19574.xml (html) - gv-por-20110904-23046.xml (html)

#benpor
1চিলিঃ গ্লোবাল ভয়েসেস এবং মি ভজ-এর মধ্যে নতুন এক অংশীদারিত্ব চুক্তিChile: Nova Parceria entre Global Voices e Mi Voz
2গ্লোবাল ভয়েসেস এবং চিলির অনলাইন নাগরিক সংবাদপত্রের নেটওয়ার্ক সংস্থা মি ভজ - একত্রে নতুন এক অংশীদারিত্বের যাত্রা শুরু করল।Global Voices e Mi Voz [es] - uma rede chilena de jornais cidadãos on-line - lançaram recentemente uma nova parceria.
3গ্লোবাল ভয়েসেস প্রতিমাসে মি ভজ-এর একটি প্রবন্ধ প্রকাশ করবে, এটি হচ্ছে তাদের নাগরিক সাংবাদিকরা যে সংবাদ তুল ধরে তাকে আন্তর্জাতিক পাঠকদের পৌঁছে দেবার প্রচেষ্টা, এদিকে মি ভজ একটি প্রবন্ধ প্রকাশ করবে যা গ্লোবাল ভয়েসেস-এর প্রস্তুতকৃত, যা উভয়ের সংগঠনের সম্পাদকের ঐক্যমতের ভিত্তিতে তৈরি হবে।A cada mês, o Global Voices publicará um artigo com histórias do Mi Voz, ampliando as vozes de seus correspondentes cidadãos para um público internacional. Por outro lado, Mi Voz publicará um artigo preparado pelo Global Voices com conteúdo previamente acertado entre os editores de ambas organizações.
4এছাড়া, বাড়তি বিষয় হিসেবে উভয় পক্ষ পরস্পরের অনুমতি ব্যাতিরেকে ব্যবহার করতে পারবে ক্রিয়েটিভ কমন্স নীতিমালার অধীনে।Além disto, ambos compartilharão livremente de qualquer conteúdo adicional, seguindo a política do Creative Commons.
5গ্লোবাল ভয়েসেস-এর পাঠকরা ইতোমধ্যে মি ভজ এর সামান্য আস্বাদন পেয়েছে, এর জন্য কাটি মানিং-কে ধন্যবাদ, তিনি মি ভজ এর এক সাংবাদিক, যিনি এই অংশীদারিত্বের বিষয় নিয়ে আলোচনার উদ্যোগ নেন। কাটি এখন থেকে মি ভজ-এর সংবাদ ইংরাজিতে গ্লোবাল ভয়েসেস-এ প্রকাশ করবে।Os leitores do Global Voices puderam ter uma pequena amostra do Mi Voz graças aos artigos escritos por Katie Manning [en], uma repórter do Mi Voz e o contato de primeiro momento que nos ajudou a iniciar as discussões que levaram a esta parceria.
6এই অংশীদারিত্বের মাধ্যমে গ্লোবাল ভয়েসেস, চিলি বিষয়ক সংবাদ এক হাইপারলোকাল বা একেবারে স্থানিক নাগরিক দৃষ্টভঙ্গি থেকে প্রদানের মত ঘটনার সংখ্যা বৃদ্ধি করতে পারবে, যা মূলত রাজধানী সান্তিয়াগোর বাইরের সংবাদপত্র থেকে সংবাদ প্রদানের উপর গুরুত্ব প্রদান করে থাকে।Katie continuará a partilhar conteúdo do Mi Voz com o Global Voices em inglês. Com esta parceria, Global Voices colocará em maior evidência sua cobertura do noticiário chileno a partir de uma perspectiva cidadã hiperlocal centrada em notícias fora da capital, Santiago.
7মি ভজের ১০,০০০- জন-এর বেশী সাংবাদিক সারা দেশের ১৪ টি অঞ্চলের ১৮ টি মিডিয়া আউটলেট [প্রচার মাধ্যম থেকে] সংবাদ সংগ্রহ করে থাকে।Mi Voz conta com mais de 10.000 jornalistas cidadãos que trabalham para seus 18 canais de mídia a partir de 14 regiões ao redor do país.
8২০০৫ সালে মি ভজ স্থাপিত হয়, মি ভজ বলছে যে তাদের কাজ হচ্ছে “যেখানে স্থানীয় বাস্তবতায় ঐ সকল ভিন্ন ভিন্ন এ্যাকটর (অভিনেতা) সক্রিয় ভাবে আলোচনায় যুক্ত থাকে, সেখানে প্রচার মাধ্যমকে তৈরি করা, সেই সব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যেগুলোর প্রতি তারা যত্নশীল, এবং যখন তারা স্থানীয় বিষয় নিয়ে কাজ করে তার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করা”।Iniciado em 2005, Mi Voz declara ser movido pelo “objetivo de gerar mídia onde todos aqueles diferentes agentes que moldam a realidade local possam se engajar ativamente em diálogo, desenvolver ações voltadas aos temas com os quais se preocupam e abrir novas portas à medida que promovem as agendas locais.”
9এই অংশীদারিত্বের কথা মি ভজ তার সাইট এল পারাদিয়ারিও ১৪ [স্প্যানিশ ভাষায়] প্রকাশ করেছে।Mi Voz anunciou esta parceria em sua página El Paradiario 14 [es].