# | ben | por |
---|
1 | ১৯৮৮ সালে গণ মৃত্যুদণ্ড কার্যকরের ২৫ বছর পরও ইরান এখনও নিহতদের স্মরণ করে | Após 25 anos, Irã ainda é assombrado pelas execuções em massa de 1988 |
2 | খাভারান সমাধিক্ষেত্র, ছবি মেমোরিয়াল ফেসবুক পাতা থেকে | Cemitério de Khavaran, foto do memorial na página do Facebook |
3 | পঁচিশ বছর আগে, ইরানের ইসলামী প্রজাতন্ত্র হাজার হাজার ইরানী রাজনৈতিক বন্দীর মৃত্যুদন্ড কার্যকর করে এবং অচিহ্নিত গণকবর বিশেষ করে দক্ষিণ তেহরানের খাভারানে তাঁদের সমাহিত করে। | 25 anos atrás, milhares de prisioneiros políticos iranianos foram executados [en] pela República Islâmica e enterrados em valas comuns anônimas, especialmente em Khavaran [en], no sul de Teerã. |
4 | কয়েকটি শহরে মাস ব্যাপী সেই হত্যাকাণ্ড অব্যাহত থাকলেও, ৩১ আগস্ট তারিখটি হত্যাকাণ্ডের বার্ষিকী হিসেবে গণ্য করা হয় এবং নিহতদের আত্মীয় এবং বন্ধুরা এই দিনে তাঁদের স্মরণ করে। | Embora a matança tenha continuado por meses em diversas cidades, 31 de agosto é considerado como o dia de aniversário e a data sempre é comemorada por parentes e amigos das vítimas. |
5 | এই বছর হত্যাকাণ্ডের ২৫ তম বার্ষিকী উপলক্ষে খাভারান কবরস্থানের নামবিহীন কবরের ওপর বিদেশ ভিত্তিক ইরানী মিডিয়া এবং নেটিজেনরা উভয়েই বিশেষ ফিচার, টুইট, পোস্ট, চলচ্চিত্র ও রিপোর্ট প্রকাশ করে। | Este ano, para o 25º aniversário, a mídia iraniana sediada fora do país e internautas publicaram várias reportagens especiais, tweets, posts, filmes e relatos sobre a vala comum anônima no cemitério de Khavaran. |
6 | ১৯৮৮ সালের নিহতদের নিবেদন করে একটি ফেসবুক পাতাও খোলা হয়েছে। | Há também uma página do Facebook [fa] dedicada às várias vítimas de 1988. |
7 | মৃত্যুদন্ড কার্যকর করা সংখ্যাগরিষ্ঠরা বিপ্লবী আদালতে অন্যায্য বিচারের মাধ্যমে তাদের রাজনৈতিক কার্যকলাপের জন্য কারাগার বন্দি ছিলেন। | A maioria dos executados estava cumprindo pena por suas atividades políticas depois de julgamentos injustos em tribunais revolucionários. |
8 | কিন্তু তারা কেউ মৃত্যুদন্ডে দন্ডিত ছিলেন না। | Mas eles nunca haviam recebido a sentença de morte. |
9 | হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মত মানবাধিকার সংস্থার চাপ সত্ত্বেও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুদণ্ড কার্যকর করার কথা এখনও স্বীকার করেনি। | Apesar da pressão de organizações de direitos humanos como a Human Rights Watch [en] e a Anistia Internacional, o governo iraniano nunca reconheceu oficialmente as execuções. |
10 | গ্র্যান্ড আয়াতুল্লাহ মন্তাজেরি যিনি সম্ভবত ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা গ্র্যান্ড আয়াতুল্লাহ খামেনির দ্বারা প্রতিস্থাপিত হয়েছিলেন, একবার এই হত্যাকাণ্ডের সমালোচনা করেন, কিন্তু তারপর তা আবার এড়িয়ে যান। | O aiatolá Montazeri, que deveria substituir o aiatolá Khomeini, fundador da República Islâmica, chegou, certa vez, a criticar os assassinatos em massa, e foi denunciado e afastado. |
11 | এই বছর নিহতদের পরিবারের সদস্যদের তাদের প্রিয়জনের জন্য খাভারানে স্মৃতিচারণা করার অনুমতি দেওয়া হয়। | Este ano, familiares receberam permissão para participar de uma cerimônia para seus entes queridos em Khavaran. |
12 | শাবেকে আনারহিস্ট (“নৈরাজ্যবাদ নেটওয়ার্ক”) খাভারানের নির্যাতিতদের জন্য একটা পেইন্টিং শেয়ার করেছেন এবং লিখেছেন, বর্তমান বিচার মন্ত্রী মোস্তফা পওর মহাম্মাদি, বন্দীদের নিয়মানুগ বর্জন ক্রম সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। | Shabeke Anarshist (“rede anarquista”) compartilhou [fa] uma pintura pelas vítimas de Khavaran e escreveu que Mostafa Pour Mohammadi, atual Ministro da Justiça, desempenhou um papel central em ordenar a eliminação sistemática de prisioneiros. |
13 | অনেক নেটিজেন ২০১০ সাল থেকে খাভারানে থাকা একজন শোকাতুর মহিলার একটি ভিডিও শেয়ার করেছেন। | Diversos internautas compartilharam um vídeo de 2010, mostrando uma mulher de luto em Khavaran. |
14 | জার্মানি সহ ইসলামী প্রজাতন্ত্রের বিভিন্ন দেশের ইরানিরা দিনটিকে “কালোদিন” বলে অভিহিত করেছেন এবং সেখানকার অংশগ্রহণকারীরা বলেছেন, “এই অপরাধকে বিস্মৃত হতে দিতে চাই না”। | Em vários países, iranianos lembraram um dos dias mais negros da República Islâmica, como na Alemanha, onde os participantes disseram que “não querem que este crime seja esquecido.” |
15 | http://www.youtube.com/watch?list=UUnkDnqZCTEFXSKxZGLpAzoQ&feature=player_detailpage&v=P5dOKp9jYCc | http://www.youtube.com/watch?list=UUnkDnqZCTEFXSKxZGLpAzoQ&feature=player_detailpage&v=P5dOKp9jYCc |
16 | টুইটারেও অনেক প্রতিক্রিয়া ছিলো। | No Twitter, também houve reações. |
17 | নিরাপত্তা বাহিনী নিহতদের আত্মীয়স্বজনকে মৃত্যুদণ্ড কার্যকরের স্মৃতিরক্ষা করতে দিচ্ছে না। | As forças de segurança não permitiram aos familiares que celebrassem os executados. |
18 | আমাদের পায়ের নীচে মৃত্যুদণ্ড কার্যকর করা হাজার হাজার তরুণদের সমাধিস্থ করা হয়। | Sob nossos pés, milhares de jovens executados estão enterrados. Artigo traduzido por Caio Marinho |