Sentence alignment for gv-ben-20140525-43350.xml (html) - gv-por-20140824-53979.xml (html)

#benpor
1সৌদিদের উট চুম্বনের কারণPor que os sauditas estão beijando seus camelos?
2সৌদি আরবের জনগণ তাদের প্রিয় পোষা প্রাণী - উটের ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত হবেন না, এমনকি মারাত্মক করোনাভাইরাসও তাঁদের এ থেকে নিবৃত্ত করতে পারবে না।Mesmo o vírus mortal da Coronavirus não vai fazer com que os sauditas se afastem de seus animais favoritos - os camelos.
3টুইটার এবং ইউটিউবে সৌদিরা অবিরত তাঁদের প্রিয় প্রাণী উটকে চুম্বন করার ছবি ও ভিডিও পোস্ট করে যাচ্ছেন। মধ্য প্রাচ্য শ্বাস-প্রশ্বাস লক্ষণ (এমইআরএস) ঝুঁকি উট থেকে তৈরি হতে পারে বলে প্রচার করা সরকারের এই সতর্কবার্তার বিরুদ্ধে এটি মূলত এক ধরনের অসংগঠিত প্রচারণা।No Twitter e YouTube, os sauditas continuam a postar fotos e vídeos beijando seus camelos como forma de protesto a advertência do governo de que o risco de Síndrome Respiratória do Oriente Médio (MERS) pode vir de camelos [en].
4(# كورونا _ و _ الابل) হ্যাশট্যাগের অধীনে টুইটগুলো পোস্ট করা হচ্ছে, যার অর্থ, “পুষ্পমুকুট এবং উট”।Os casos continuam aumentando no reino.
5হ্যাশট্যাগটি মরুভূমির এই প্রাণীর জন্য সৌদির জনগণের তীব্র আবেগকেই তুলে ধরছে।Tweets são postados sob a hashtag (#كورونا_و_الابل), que significa “Corona e camelos”, com sauditas expressando sua paixão pelo animal do deserto.
6যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই রোগের সংক্রমণের জন্য সম্ভবত সবচেয়ে উপযোগী পশু উৎস হল উট। এখনও পর্যন্ত এর কোন টীকা বা ভাইরাল বিরোধী চিকিতৎসা আবিষ্কৃত হয়নি।Embora os especialistas da saúde digam que os camelos são a mais provável fonte de infecção da doença, não há qualquer tratamento ou vacina anti-viral contra ela.
7​​টুইটার ব্যবহারকারীদের শেয়ার করা কিছু ছবি এখানে রয়েছে, যেখানে ঘোষণা করা হয়েছে, তাদের এবং তাদের উটের মধ্যে কোন রোগই বাঁধা হয়ে দাঁড়াবে না।Aqui estão algumas fotos compartilhadas por usuários do Twitter, que declaram que nenhuma doença vai ficar entre eles e os seus camelos.
8@ aaaa12200 এই আলোকচিত্রটি শেয়ার করেছেন:@ aaaa12200 compartilha esta foto:
9সৌদিরা মারাত্মক রোগ করোনাভাইরাসের ব্যাপারে সতর্কবার্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁদের প্রিয় প্রাণী উটকে চুম্বন করছে।Sauditas beijando seus camelos para desafiar uma advertência que indica a origem de Coronavírus poderia ser de camelôs.
10টুইটারে ছবিটি শেয়ার করেছেন @aaaa12200Foto compartilhada no Twitter por @aaaa12200
11আর ফাহাদ বিন আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন, তিনি তাঁর উটের সঙ্গে দিনের বাকি সময় ব্যয় করবেনঃE Fahad bin Abdulla declara que ele vai passar o resto do dia com seu camelo:
12টুইটার ব্যবহারকারী ফাহাদ বিন আবদুল্লাহ তাঁর উটের সাথের এই ছবিটি শেয়ার করেছেন।O usuário do Twitter Fahad bin Abdulla compartilhou esta foto com seu camilo.
13সূত্রঃ @AlHaqbaniFonte: @AlHaqbani
14অন্যরা এমনকি উট ও করোনাভাইরাসের মধ্যে এই সম্পর্কের কারণে তাঁদের প্রিয় উটের যত্নের আয়োজনটি দ্বিগুণ করে দিয়েছেন।
15নিচের ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মালিক তাঁর প্রিয় উট দুটিকে চুম্বন করেছেন।Ainda, outros foram mais longe para uma dose dupla de cuidado em desafio à relação entre camelos e coronavírus.
16সে সময় তিনি পশুগুলোকে তাঁর মুখে কফ ফেলার জন্য বলছেন। তিনি তা করছেন এটা বোঝানোর জন্য যে তিনি তাদের থেকে আক্রান্ত হওয়ার কোন ভয় পান নাঃO vídeo a seguir mostra um proprietário beijando seus dois camelos, enquanto pede que os animais tussam em seu rosto para mostrar que ele não tem medo de ser infectado pelo vírus: