Sentence alignment for gv-ben-20100728-11991.xml (html) - gv-por-20100823-10654.xml (html)

#benpor
1ইন্দোনেশিয়ার ফ্যাশন ব্লগারেরাBlogs sobre moda ganham espaço na Indonésia
2ইন্দোনেশিয়ার জনপ্রিয় ব্লগারদের মধ্যে রয়েছে বেশ কিছু নারী যারা বিশেষত: ফ্যাশন এবং সুন্দর জীবনযাপন নিয়ে লিখে থাকেন।Os blogueiros mais populares na Indonésia são aqueles que falam sobre moda e estilo de vida, em sua maioria garotas.
3তারা কারা এবং তাদের এই জনপ্রিয়তা কেন?Quem são elas e por que elas são populares?
4মাল্টিব্র্যান্ড অনুধাবন করেছেন যে ইন্দোনেশিয়ায় ব্লগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সবচেয়ে জনপ্রিয় ব্লগগুলো ফ্যাশন নিয়ে লিখে থাকে।Multibrand comenta que o número de blogs têm crescido [en] na Indonésia e os mais populares têm a ver com moda:
5…২০০০ সালের প্রথমভাগে ব্লগের চল হয় ইন্দোনেশিয়াতে। ২০০৯ সালে এই ব্লগগুলোর সংখ্যা তিনগুণ বেড়ে যায়।Maverick destaca a mudança de direção [en] nos temas escolhidos por jovens blogueiros:
6সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হচ্ছে ব্লগের ক্রমতালিকা রক্ষাকারী একমাত্র ব্লগ ইন্দোনেশিয়া ম্যাটার্স ব্লগ অনুযায়ী তালিকার উপর দিকে রয়েছে বেশ কিছু ফ্যাশন ব্লগ যেগুলোর বেশীর ভাগ ইন্দোনেশিয়ার তরুণীরা লিখে থাকেন।
7ম্যাভেরিক এইসব তরুণী ব্লগারদের ব্লগের বিষয়বস্তু পছন্দের দিকে দৃষ্টি ফেরাচ্ছেন। জনপ্রিয় ব্লগগুলোর প্রকৃতি এখন বদলেছে।Diana Rikasari[en], a mais popular blogueira de moda na Indonésia, é também a blogueira número 1 na classificação da Indonesia Matters.
8প্রথম দিকে সবচেয়ে জনপ্রিয় ব্লগগুলো ছিল আইটি বিষয়ক ব্লগ।Extraído do blog de Diana Rikasari
9তারপরে আসে নাগরিক সমস্যা এবং সামাজিক-রাজনৈতিক ব্লগ।Evita Nuh [en] é outra blogueira de moda famosa.
10আর ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যক্তিগত জার্নালগুলো তো রয়েছেই।Ela só tem 11 anos. me, moi!
11২০০৯ সালে এসে দেখা যায় যে অনেক ব্লগের বিষয়বস্তু হচ্ছে শখ থেকে সুন্দর জীবন যাপন, বিশেষ করে ফ্যাশন।Eu sou uma garota e acabei de fazer 11 anos este ano, (sim pessoas não 10 ou 9 de novo, eu tenho 11!
12ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় ফ্যাশন ব্লগার ডায়ানা রিকাসারি ইন্দোনেশিয়া ম্যাটার্সের ১ নম্বর ব্লগের স্থানটি দখল করে আছে। ডায়ানা রিকাসারির ব্লগ থেকে) :D Eu só me interesso por moda e fotografia, bem eu ainda tenho um longo caminho pela frente… deseje-me sorte ok! :D
13এভিতা নু আরেকজন জনপ্রিয় ফ্যাশন ব্লগার. তার বয়স মাত্র এগারো বছর।Eu tenho fascinação por moda (muita!
14আমি, হ্যা! আমি একটি মেয়ে এবং এবছর আমার ১১ বছর বয়স হল, (হ্যা ১০, বা ৯ বছর নয়, আমি ১১!) [en] Eu me visto para expressar não para impressionar Eu baseio boa parte do meu gosto em moda sobre
15) :যাহ। আমি ফ্যাশন আর ফটোগ্রাফির পোকা, আমার অনেক পথ পাড়ি দিতে হবে..o que não coça
16আমাকে দোয়া করবেন, ঠিক আছে?Eu sei a diferença entre
17ফ্যাশন নিয়ে আমার খুব মোহ আছে (অনেক!) আমি পোশাক পড়ি চটুলতার জন্যে মানুষকে দেখাবার জন্যে নয় আমার পছন্দ এমন পোষাকo tecido bom e o ruim muito bem coceira vem com o tecido ruim confie em mim, minha pele não mente
18যা চুলকায় না ভাল আর খারাপ কাপড়ের পার্থক্য আমি বুঝতে পারিdandan pol explica a conexão entre moda e Internet [id]
19খারাপ কাপড়েই গা চুলকায় বিশ্বাস করুন আমার চামড়া মিথ্যা বলে না। দানদান পোল ফ্যাশন আর ইন্টারনেটের মধ্যে সম্পর্ককে ব্যাখ্যা করছে।Em termo de materiais, você pode conseguir produtos da moda mais baratos e mais facilmente comprando online, o que nos leva à fase da Internet.
20ফ্যাশনের ব্যাপারে উপদেশ - আপনি নতুন ডিজাইনের জামাকাপড় অনলাইনে অনায়াসে কিনতে পারেন যা আমাদের এই ইন্টারনেট যুগে ঠেলে দেয়।Considerando-se as contas do Twitter que falam sobre moda e estilo de vida, o Twitter nos supre em termos de facilidade de compartilhar links com outros.
21ফ্যাশন আর লাইফস্টাইল টুইটার অ্যাকাউন্টের কথা বলতে গেলে টুইটারের মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ খূব সহজ হয়।
22ফ্যাশন আর লাইফস্টাইল ব্লগের ব্যাপারটি বিভিন্ন ম্যাগাজিন দ্বারাও সমর্থিত এবং তারা যুবা ব্লগার এবং অনলাইন শপ নিয়ে বিভিন্ন আর্টিকেল লিখেই যাচ্ছে, ফলে লোকজনের মধ্যে আগ্রহ তৈরী হচ্ছে।O fenômeno do blogueiro de moda e estilo de vida também é apoiado por revistas que continuam colocando blogueiros jovens e compras online nos seus artigos e criam rumores entre as pessoas.
23নিনা ফ্যাশন ব্লগারদের উত্থানের কথা লিখেছেন:Nena [id] comenta sobre o aumento do número de blogs sobre moda:
24…ফ্যাশন ব্লগারদের এই উত্থান আমাদের সমাজের প্রতিফলন ঘটায়- মানুষ এখন কিছু ‘হালকা”, বাস্তবিক এবং অন্যান্য বিষয় থেকে ফ্যাশন তাদেরকে বেশী অনুরণিত করে অন্যান্য বিষয় থেকে।…o aumento dos blogueiros de moda reflete nossa sociedade atual - mais atraída por algo “leve”, prático e a moda ressoa mais com eles do que outros assuntos.
25এর মানে দাড়ায় কি যে ইন্দোনেশিয়ার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিছু শৈল্পিক মানুষের উত্থানের সাথেও এটি সম্পর্কিত?Talvez também esteja relacionado com o aumento de pessoas criativas na cena de moda da Indonésia?
26কলসন একটি ভাল বিষয় উত্থাপন করেছে: ইন্দোনেশিয়ার মেয়েরা এগিয়ে আছে!colson [en] destaca um bom aspecto: garotas da Indonésia no controle!
27আচ্ছা এটি যদি হয় এটি ভাল লক্ষণ।Bem, se isso é verdade, é um bom presságio.
28এটি দেখায় যে ব্লগিং শেষ হয়ে যায় নি, এটি বহাল তবিয়তেই আছে (ইন্দোনেশিয়াতে) আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটি হচ্ছে - ইন্দোনেশিয়ার মেয়েরা এগিয়ে আছে।Isso mostra que o ato de blogar não está morto, está vivo e chutando (na Indonésia). E - talvez o mais importante - garotas da Indonésia no controle.