# | ben | por |
---|
1 | থাইল্যান্ড: রেড শার্ট নামক আন্দোলনকারীরা আবার রাস্তায় নেমেছে | Tailândia: Os Camisas Vermelhas estão de volta |
2 | রেড শার্টদের প্রতিবাদ মিছিল। | Protesto dos Camisas Vermelhas. |
3 | ছবি দিথাইরিপোর্টের টুইটপিক থেকে নেওয়া | Foto retirada da página de thethaireport no twitpic |
4 | থাইল্যান্ডের সরকার বিরোধী রেড শার্ট (সরকার বিরোধীরা লাল জামা পরে রাস্তায় মিছিল করে, তাই এদের রেড শার্ট নামে ডাকা হয়) নামক আন্দোলনকারীরা সরকারের মধ্যে অধিকতর গণতান্ত্রিক সংস্কারের দাবীতে ব্যাংকক শহরের কেন্দ্রে হাজার হাজার লোক জমা করে। | Os Camisas Vermelhas, movimento anti-governista na Tailândia, mobilizaram [En] milhares de membros no centro da capital Bangkok para continuar a pressão pelo atendimento das suas reivindicações por reformas democráticas no governo. |
5 | পুলিশের হিসাব অনুযায়ী ৩০,০০০ এবং এই প্রতিবাদ শোভাযাত্রার আয়োজকদের মতে ৬০,০০০ লোক রাস্তায় সমবেত হয়। | Segundo a polícia, a estimativa era de 30 mil participantes, mas os organizadores da passeata alegam ter levado 60 mil pessoas às ruas. |
6 | কয়েক মাস আগে সরকার সহিংস উপায়ে রেড শার্টদের প্রতিবাদ দমন করার পরে এটাই ছিল রেড শার্টদের সবচাইতে বড় মিছিল। | Esta foi a maior passeata de Camisas Vermelhas meses após a violenta repressão governamental [En] dos protestos. |
7 | একই সাথে রাজধানী থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের পর এটাই হচ্ছে প্রথম প্রধান প্রতিবাদ সামাবেশ। | Também foi a maior passeata realizada após a suspensão do estado de emergência decretado na capital do país. |
8 | রেড শার্ট দলের মূল সদস্যরা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক। তবে, পরবর্তীতে দলটি থাই সরকার এবং সমাজের প্রকৃতি পরিবর্তনের জন্য বৃহত্তর এক আন্দোলনের আহ্বান জানায়। | Os membros do núcleo dos Camisas Vermelhas são apoiadores do primeiro-ministro deposto Thaksin Shinawatra mas, desde então, o grupo vem se tornando um movimento mais amplo que busca mudanças substanciais no governo e na sociedade tailandeses. |
9 | ব্যাংকক পণ্ডিত নিশ্চিত করেছেন যে, গত বছরের সড়ক অবরোধের পর, রবিবারের অনুষ্ঠিত রেড শার্ট নামক দলের এই সমাবেশটি ছিল সবচাইতে বড় সমাবেশ। | Bangkok Pundit confirma que a passeata de domingo foi o maior [En] protesto dos Camisas Vermelhas desde a tomada das ruas e sua interdição no ano passado: |
10 | বলা যায় মার্চ-মে মাসের প্রতিবাদ বিক্ষোভের দীর্ঘ বিরতির পর এটাই সবচেয়ে বড় প্রতিবাদ মিছিল। | Esta é realmente, de longe, a maior passeata desde os protestos de Março-Maio. |
11 | গত বছরের সেপ্টেম্বর মাসে ব্যাংকক, প্রায় ১০,০০০ রেড শার্ট সমর্থক প্রথম প্রতিবাদের উপর সরকারী হামলা পরবর্তী বিক্ষোভে অংশ নেয়। | Em setembro, cerca de 10 mil Camisas Vermelhas estiveram na primeira manifestação após a intervenção governamental em Bangkok. |
12 | একই বছরের ১০ অক্টোবরে, প্রায় ৮,০০০ প্রতিবাদকারী ব্যাংককে জমা হয়, এবং ১৭ অক্টোবর তারিখে প্রায় ১২,০০০ জন প্রতিবাদকারী আয়ুত্থায়ায় এসে হাজির হয় এবং আবার ১৯ নভেম্বর তারিখে, প্রায় ১০,০০০-এর বেশি প্রতিবাদকারী ১৯ মে তারিখে অনুষ্ঠিত সরকারি হামলার ছয় মাস পূর্তি উপলক্ষ্যে সমাবেত হয়। | Cerca de oito mil se reuniram em Bangkok no dia 10 de outubro, outros doze mil em Ayutthaya no dia 17 de outubro, e ainda outros dez mil se reuniram de novo no dia 19 de novembro para lembrar o aniversário de seis meses da grande e violenta repressão que ocorreu no dia 19 de maio. |
13 | রিচার্ড বারো এই মিছিলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় পর্যবেক্ষণ করেছেন। | Richard Barrow [En] apresenta algumas observações fundamentais sobre a passeata: |
14 | তিনি সেগুলো আমাদের জানাচ্ছেন। | A passeata começou no Monumento à Democracia. |
15 | জাতুপরন প্রোমপান নামক এলাকার ডেমোক্রেসি মুনমেন্টে (গণতন্ত্র ভাস্কর্য) নামক স্থান থেকে এই মিছিল বের হয়। | |
16 | আদালত আদেশ দিয়েছিল রেড শার্ট দলের নেতা এই শোভাযাত্রায় অংশ নিতে এবং বক্তৃতা দিতে পারবেন না। | Jatuporn Prompan, o líder dos Camisas Vermelhas, foi proibido por uma ordem judicial de ir e falar na manifestação. |
17 | তবে সে আজ এই আদেশ অমান্য করেছে। | No entanto, ele desafiou aquela ordem hoje. |
18 | সে কেবল মিছিলে অংশ নেয়নি, একই সাথে সে এখানে ভাষণ দিয়েছে। | Ele não apenas apareceu, como também fez um pronunciamento. |
19 | এটা সত্যিকার অর্থে এই মিছিলকে অন্য সব প্রতিবাদ বিক্ষোভ থেকে আলাদা করে ফেলেছে, যা আমরা সামরিক বাহিনীর রক্তক্ষয়ী অভিযানের পর দেখতে পেলাম। | Isso foi o que realmente fez desta uma passeata diferente de qualquer outra que já tínhamos visto desde a violenta e sangrenta repressão pelo exército que resultou em 91 mortos. |
20 | এই সব অভিযানে ৯১ জন ব্যক্তি মারা যায়। | Pela primeira vez, temos pessoas fazendo discursos. |
21 | এই প্রথম এই রকম কোন মিছিলে ভাষণ দেওয়া। | A passeata virtualmente provocou congestionamento em vários pontos de Bangkok. |
22 | বলা যায় এই মিছিল ব্যাংককের অনেক রাস্তাকে একেবারে ছবির মত স্থির করে ফেলেছিল। | Apesar disso, eu testemunhei muitos lojistas saindo às portas para aplaudir e saudar os manifestantes enquanto eles passavam… Os milhares que vieram hoje o fizeram principalmente usando transporte próprio. |
23 | তা সত্ত্বেও আমি দেখেছি যে, অনেক দোকানদার রেড শার্টের মিছিল যখন তাদের দোকানের সমানে দিয়ে যাচ্ছিল, তখন তারা দোকান ছেড়ে রাস্তায় বেড়িয়ে আসে এবং হাততালি দেয়। | A maior parte era da região de Bangkok e províncias próximas. Sua reivindicação era simples: a liberação sob fiança dos líderes do movimento que estão na prisão. |
24 | হাজার হাজার লোক আজ নিজ উদ্যেগে এই মিছিলে সমাবেত হয়েছে, যাদের বেশীর ভাগ ব্যাংককের আশেপাশের এলাকা বা প্রদেশ থেকে এসেছে। এই সব নাগরিকদের দাবী খুব সাধারণ। | Os manifestantes reclamam que é injusto que os líderes dos Camisas Amarelas, que ocuparam a sede do governo e fecharam o aeroporto, ainda estejam livres por aí. |
25 | রেড শার্ট নেতাদের জামিনে জেল থেকে মুক্ত করা। | Algumas reações no Twitter diretamente de Bangkok: |
26 | তারা জোরালো কণ্ঠে জানাচ্ছে যে, ইয়োলো শার্টের (সরকারের সমর্থকরা ইয়োলো শার্ট নামে পরিচিত) নেতারা সরকারি ভবন দখল করে এবং বিমান বন্দর বন্ধ করে দেয়। | Fridaylovesong: Os Camisas Vermelhas estão na função novamente… Tráfego pesado é o resultado imediato e os problemas financeiros e nos negócios aparecerão em breve. |
27 | তা সত্ত্বেও তারা মুক্ত বিহঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, যা মোটে ন্যায় সঙ্গত নয়। | A campanha deles tem sido um quebra-cabeças para a minha mente não-politizada. |
28 | ব্যাংকক থেকে টুইটারে পাওয়া কয়েকটি প্রতিক্রিয়া: ফ্রাইডেলাভসং: রেড শার্টরা আবার মাঠে নেমে পড়েছে…আর তার ফলে রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে, আর এর প্রতিক্রিয়ায় দেশ শীঘ্রই অর্থনৈতিক এবং বাণিজ্যিক সমস্যা দেখা দেবে। | Além disso, eu não acredito nisso de momento histórico, não são tantas as pessoas que se importam genuinamente por ou lutam pela democracia - nós somos, realisticamente, obrigados a trabalhar pra ganhar a vida. leosia: Muitas críticas aos Camisas Vermelhas hoje, mas eu estou surpreso e estimulado pela sua persistência. |
29 | আমার মত এক অরাজনৈতিক ব্যক্তির মনেও তাদের এই কর্মকাণ্ড এক ধাঁধার সৃষ্টি করে। | MrMCos: @Saksith Eu também sugeriria aos Camisas Vermelhas sairem da sombra de Thaksin se eles querem ser mais do que uma turma de rua. |
30 | সবচেয়ে বড় কথা, আমি কোন “যুগে” বিশ্বাস করি না। | Liderança renovada. |
31 | খুব কম জনতাই সত্যিকার অর্থে গণতন্ত্রকে নিয়ে ভাবে, বা তার জন্য লড়াই করতে আগ্রহী। | GiantRobot7: A passeata dos Camisas Vermelhas atingiu o mercado de ações no estômago…ABRIU em 12 pontos esta manhã…. |
32 | বাস্তবতা হচ্ছে বেঁচে থাকার জন্য আমাদের কাজ করে যেতে হবে। লেওসিয়া: আজকে, রেড শার্টদের মিছিলের প্রচুর সমালোচনা হচ্ছে। | KBANK caiu 3.8% NickDay13: Os Camisas Vermelhas reúnem cerca de 30 mil para a passeata, PAD tem cerca de dez barracas em frente da sede do governo. |
33 | তবে তাদের এই দৃঢ়তায় আমি বিস্মিত এবং উৎসাহিত বোধ করছি। | Que grupo é mais importante? |
34 | মিস্টারমেকস:@সাকসিথ, আমি রেড শার্টদের পরামর্শ প্রদান করব যদি তারা রাস্তায় পাগলামি দেখানোর চেয়ে ভালো কিছু করতে চায়, তাহলে যেন থাকসিনের ছায়া থেকে বের হয়ে আসে। | |
35 | জায়ান্টরোবট৭: রেড শার্টদের এই প্রতিবাদ যাত্রা শেয়ার বাজারের একেবারে পেটে লাথি মেরেছে… তারা, আজ সকালে সূচক ১২ পয়েন্টে নিয়ে এসেছে…কাবাঙ্কের (কাসিকরন ব্যাঙ্ক-বা থাই কৃষকদের ব্যাঙ্ক) মূল্য সূচক ৩. | [Nota da tradução: PAD é a sigla do movimento político tailandês Aliança do Povo pela Democracia] choochiiz: RT @PeaceinThailand: Sugestão para o movimento dos Camisas Vermelhas, por favor comecem a mobilização depois das dez da noite, assim podemos ir às compras em paz. |
36 | ৮ শতাংশ নেমে গেছে। | :) //like++ |
37 | নিকডে১৩: এই মিছিলে অংশ নেবার জন্য তারা ৩০,০০০ জনতাকে সমাবেত করতে পেরেছে। | |
38 | সরকারি ভবনের সামনে ১০টি তাবু ফেলা হয়েছে। কোন দলটি বেশি বিশ্বাসযোগ্য? | Fotos da passeata dos Camisas Vermelhas estão disponíveis em Matichon Online e Thai Free News [Th]. |
39 | চোচিজ: আরটি@পিসইন থাইল্যান্ড: রেড শার্ট আন্দোলনকারীদের জন্য পরামর্শ। | |
40 | দয়া করে রাত ১০ টার পর পাগলামি শুরু করুন, যাতে আমরা শান্তিতে বাজার করতে পারি।:) // পছন্দ হয়েছে++ | |
41 | রেড শার্ট নামক আন্দোলনকারীদের মিছিলের ছবি মাটিচোন অনলাইন এবং থাই ফ্রি নিউজে পাওয়া যাবে। | |