# | ben | por |
---|
1 | বাহরাইন: ট্যাঙ্ক বহর রাজধানী মানামার দিকে এগিয়ে আসছে | Bahrein: Tanques a caminho da capital Manama |
2 | এই পোস্টটি ২০১১ সালের বাহরাইনের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Esse post é parte de nossa cobertura especial dos Protestos em Bahrein em 2011. |
3 | বৃহস্পতিবার, ১৭ ফ্রেব্রুয়ারি, ২০১১ তারিখে ভোর রাতে বিক্ষোভকারীদের উপর হামলা চালানো হয়। এরপর বাহরাইনের রাজধানী মানামার লুলু রাউন্ডএবাউট নামক এলাকার বিক্ষোভকারীদের মাঝে সংবাদ ছড়িয়ে পড়ে যে, সামরিক বাহিনীর ট্যাঙ্ক সমূহকে রাজধানী শহরের দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। | Depois de uma manhã de violência nessa quinta-feira, 17 de fevereiro de 2011, contra os manifestantes na Rotatória Pérola em Manama, capital de Bahrein, começam a surgir notícias de que tanques do exército estão digirindo-se para o centro da cidade. |
4 | @আহমেদ২৮৯@ইসালয়িস, http://plixi.com/p/77971560 রিফার সামরিক যানের বহরকে বাহরাইনের রাজধানী মানামার দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। | Veículos do exército em Riffa dirigem-se à capital de Bahrein, Manama. |
5 | ছবি@আহমেদ২৮৯-এর। | Foto de @ahmed289. |
6 | টুইটভিডিও (টুইটারের ভিডিও) ব্যবহারকারী আলি আল সাইয়্যেদের এই ভিডিও দেখাচ্ছে যে, মানামার কাছের শহর রিফা থেকে ট্যাঙ্ক বহর রাজধানীর দিকে এগিয়ে আসছে। | @ahmed289 @yslaise http://plixi.com/p/77971560 Esse vídeo, feito por Ali Al Saeed e publicado no TwitVid, mostra tanques a caminho de Manama a partir de Riffa, uma cidade próxima. |
7 | @আলিআলসাইয়েদhttp://twitvid.com/IMZKO -সামরিক বাহিনীর যান রিফা থেকে মানামার দিকে আসছে। | @alialsaeed http://twitvid.com/IMZKO - Veículos blindados do exército a caminho de Manama de Riffa. |
8 | http://www.youtube.com/watch? | http://www.youtube.com/watch? |
9 | v=s8HWhBAHqwg এটি ইলিয়টসফাদার-এর ইউটিউব একাউন্টে উঠিয়ে দেওয়া হয়েছে। | v=s8HWhBAHqwg Publicado na conta de ElliotsFather no YouTube |
10 | @আম্মার৪৫৬: মহাসড়কের উপর সামনে এগিয়ে চলা ট্যাঙ্ক বহর। http://twitpic.com/40m8×8 #বাহারাইন#ফ্রেব১৪#লুলু | @ammar456: Tanques na estrada: http://twitpic.com/40m8x8 #bahrain #feb14 #lulu |
11 | বাহরাইনের সামরিক বাহিনীর ট্যাঙ্ক শেখ খালিফা নামক মহাসড়কের রাস্তা ধরে মানামার দিকে এগিয়ে চলছে। | Tanques do exército de Bahrein na estrada Shaikh Khalifa em direção a Manama. |
12 | ছবি টুইটার ব্যবহারকারী@আম্মার৪৫৬-এর | Foto do usuário do Twitter @ammar456. |
13 | আসলে এই বিষয়ে কেবল দুটি ছবি রয়েছে, যা এই সংবাদের নিশ্চয়তা প্রদান করছে, কারণ রাজধানী মানামার চারপাশে পুলিশ কাউকে ছবি তোলা অবস্থায় পেলে, তার ক্যামেরা ফোন জব্দ করা শুরু করেছে; রেদাহ হাজি তার সহিষ্ণুতার পরীক্ষা সম্বন্ধে টুইট করেছে: | Essas são as únicas duas fotos confirmadas até agora, momento em que a polícia de Manama começa a confiscar celulares com câmeras quando os proprietários são flagrados tirando fotos. |
14 | @রেদাহহাজি: সালমানিয়া নামক গাড়ি যাচাই কেন্দ্রে গাড়ি থামতে হল, ছবি তোলার সময় ভান করতে হল যে ফোন দিয়ে কথা বলছি। | |
15 | #বাহরাইন#লুলু#ফেব১৪http://yfrog.com/h77cjamj | O blogueiro Redha Haji tuitou sobre isso: |
16 | সালমানিয়া নামক হাসপাতালের সামনে কুফুল নামক দুটি রাস্তার কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ। | |
17 | ছবি টুইটার ব্যবহারকারী @রেদাহহাজি-এর। | @RedhaHaji Fui parado no cruzamento de Salmaniya. |
18 | @রেদাহহাজি, তাদের হাতে তুলে দেবার আগে ফোনটিকে বন্ধ করে দিলাম ( অন্যরা যাতে ব্যবহার করতে না পারে তার জন্য চালু থাকা ফোন লক বিশেষ অবস্থায় বন্ধ করা)। | Fazia de conta que falava no telefone para bater fotos #bahrain #lulu #feb14 http://yfrog.com/h77cjamj |
19 | গাড়িতে বসে রইলাম। অপেক্ষা করতে থাকলাম। | Polícia perto do cruzamento Qufool, perto do Hospital de Salmaniya. |
20 | কর্মস্থলে যে জামা পড়ি, সেটা পড়লাম। | Foto do usuário do Twitter @RedhaHaji. |
21 | এরপর আমাকে যেতে দেওয়া হল। বেশ ঝাঁকুনির কারণে টাইপ করার সময় বেশ কষ্ট হচ্ছে। | @RedhaHaji Fiz o bloqueio de meu telefone antes de entregá-lo a eles. |
22 | #বাহরাইনব#লুলু#ফেব১৪। | Sentei no carro. |
23 | এই পোস্টটি ২০১১ সালের বাহরাইনের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Vestia a farda do trabalho. Me deixaram ir #bahrain #lulu #feb14 Tremendo, difícil digitar |