Sentence alignment for gv-ben-20110129-15203.xml (html) - gv-por-20110130-15298.xml (html)

#benpor
1মিশর: সামরিক বাহিনী কি জনতার পক্ষে?Egito: Está o exército do lado do povo?
2এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।Este post é parte de nossa cobertura especial Protestos no Egito em 2011.
3আজ সারা দেশ জুড়ে এক ব্যাপক বিক্ষোভে অনুষ্ঠিত হয়েছে, সেই কারণে রাতের বেলা সান্ধ্য আইন জারীর বিষয়টি প্রয়োগের জন্য সামরিক বাহিনীকে তলব করা হয়েছে।Na sequência de protestos em todo o Egito hoje, o Exército foi destacado [en] para fazer valer o toque de recolher durante a noite.
4টুইটারে এই সংবাদটি বিস্ময়ের সাথে গ্রহণ করা হয়, সংবাদে প্রকাশ যে সামরিক বাহিনী জনতার পক্ষাবলম্বন করেছিল।No Twitter, a notícia foi recebida com surpresa, com relatos de que o Exército estava do lado do povo.
5নীচে সারা দেশ থেকে পাঠানো টুইটারে মধ্যে নির্বাচিত কয়েকটি অংশ তুলে ধরা হয়েছে।A seguir, uma seleção de tuítes de toda a região.
6আলেকজান্দ্রিয়া থেকে আল জাজিরা ধারণা দিচ্ছে যে, মিশরীয় সামরিক বাহিনী সিদ্ধান্ত নিয়েছে তারা কোন দিকে থাকবে এবং তারা মুবারকের পক্ষে নয়- তারা বিক্ষোভকারীদের সাথে হাত মেলাচ্ছে।@flashboy: Reportagem da Al Jazeera de Alexandria sugere que o exército egípcio decidiu de que lado está, e não é do lado de Mubarak - apertando as mãos dos manifestantes
7আরটি@ব্রেকিংনিউজ: মিশরের সেনাবাহিনীকে রাস্তায় নেমে পড়ার আদেশ দেওয়া হয়েছে-কিন্তু দেখে মনে হচ্ছে না তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে-এনবিসি-এর রিচার্ড এনজেল#ইজিপ্ট#জান২৫@news_view RT @BreakingNews:Exército egípcio enviado para as ruas, mas eles NÃO parecem estar agindo contra os manifestantes - Richard Engel da NBC #Egito #Jan25
8আরটি@হেইলগালভাটরন: কায়রোর বিক্ষোভকারীরা এক সামরিক যান ঘেরাও করে রেখেছে, কিন্ত তারা সামরিক বাহিনীর সদস্যের প্রতি উল্লাস ধ্বনি প্রদান করছে।@terriaminute: Manifestantes no Cairo cercaram um veículo militar, mas eles estavam aplaudindo o exército http://bit.ly/f6WPYV #jan25 #fantástico @SultanAlQassemi Precisa ver: Egípcios saudando massiva presença do exército no centro do Cairo.
9আরটি@ড্যানিরামাদান: কাসার আল-নীল নামক সেতুর উপর চারটি সামরিক বাহিনীর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং বিক্ষোভকারীরা তার উপর উঠে উল্লাস ধ্বনি প্রদান করছে এবং মিশরের পতাকা নাড়ছে।#jan25 http://yfrog.com/h4a0rgj @DannyRamadan: Quatro veículo do exército na ponte Qasr al-Neel e manifestantes estão em cima dele comemorando e balançando bandeiras egípcias.
10দেখে মনে হচ্ছে সব কিছু শান্ত রয়েছে।Parece pacífico.
11#জান২৫#jan25
12লোকজন কায়রোর রাস্তায় টহল দেওয়া সামরিক বাহিনীর সদস্যদের প্রতি উল্লাসধ্বনি প্রদান করছে।@ReneeEverett: Pessoas aplaudindo o exército nas ruas do Cairo. #Egito
13মনে হচ্ছে সামরিক বাহিনী বিপ্লবের পক্ষ- তিউনিশীয় যে বিপ্লব মিশরকে আক্রান্ত করেছে, তা দীর্ঘজীবী হোক। #ইজিপ্ট#তিউনিশফিভার#জানু২৫@ShahbazWeb: Parece que o exército está com a revolução. longa vida à Febre de Túnis #Egito #FrebredeTunis #jan25
14প্রতিবাদকারীদের সাথে সামরিক বাহিনীর সদস্যরা যোগ দিচ্ছে!!!@shamanyalkhaili Exército juntando forças com os protestos !!!
15অন্য কথায় বলা যায়, যদি সামরিক বাহিনী নিরস্ত্র প্রতিবাদকারীদের উপর গুলি চালানোর সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের যুক্তরাষ্ট্র কর্তৃক সরবরাহকৃত হার্ডওয়্যার দিয়ে গুলি করতে হত।@lishypo: “Em outras palavras, se o exército decidir atirar contra uma multidão de manifestantes desarmados, será atirar com armamento forte fornecido por os EUA”
16সিএনএন:সারা দেশে কারফিউ জারী করা হয়েছে। #ইজিপ্ট।@strangetales CNN: Toque de recolher em todo o país agora em vigor para o #Egito.
17কেউ তা পালন করছে না।Ninguém está obedecendo.
18কেউ তা পালন করার জন্য জোর করছে না।Manifestantes aplaudem o apoio do exército. #jan25
19সামরিক বাহিনীর সমর্থনকে বিক্ষোভকারীরা উল্লাস ধ্বনির মাধ্যমে স্বাগত জানাচ্ছে।
20#২৫ এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ।