# | ben | por |
---|
1 | ক্রোয়েশিয়া: পুলিশ জাগরেবে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ পণ্ড করেছে | Croácia: Polícia Dispersa Manifestação Pacífica em Zagreb |
2 | ক্রোয়েশিয়ার পুলিশ আজকে (১৫ই জুলাই, ২০১০) জাগরেবের কেন্দ্রে সরকারী জমি দখলের প্রতিবাদে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ পণ্ড করেছে এবং ১১জন বিপ্লবীকে গ্রেফতার করেছে। | A polícia cedo dispersou um protesto pacífico hoje cedo contra a usurpação do espaço público no centro de Zagreb e prenderam pelo menos 11 ativistas cívicos. |
3 | #ভার্সাভস্কা নামক রাস্তার নামে টুইটার অ্যাকাউন্ট এই প্রতিবাদের সংবাদ এবং চিত্রের জন্যে প্রধান উৎস হয়ে দাঁড়ায় এর পরে। | A tag do Twitter com o nome da rua #Varsavska é a principal fonte de informação imediata e de fotos. |
4 | সামাজিক সংগঠন রাইট টু দ্যা সিটি এবং গ্রীন অ্যাকশন ভার্সাভস্কা [= ওয়ারশ] রাস্তায় বাধা সৃষ্টি করে আসছে শহরের ঠিক মাঝখানের এই সরকারী যায়গা - একটি পায়ে চলার রাস্তা - ভেঙ্গে ফেলে একটি ব্যক্তিমালিকানাধীণ ‘লাইফস্টাইল সেন্টার' এর ভূগর্ভস্থ গ্যারেজের জন্যে প্রবেশ পথ বানানোর সিদ্ধান্তের প্রতিবাদে। | As associações cívicas Direito à Cidade e Ação Verde tem bloqueado a rua Varšavska [=Varsóvia] há meses para evitar a demolição do espaço público - uma zona de pedestres - a fim de construir uma rampa para a garagem no subsolo de um “centro de estilo de vida” privado [CRO] no centro de Zagreb. |
5 | হাজারো নাগরিক সমর্থন করেছে তাদের এই প্রতিবাদ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড যা সেই বিতর্কিত স্থানে অনুষ্ঠিত হয়ে আসছে। | Seu trabalho tem sido apoiado por milhares de cidadãos que apareceram em numerosos protestos e eventos culturais organizados no espaço público recuperado. |
6 | আজ সকালে পুলিশ প্রতিবাদের নেতৃত্বদানকারীদের গ্রেফতার করেছে পায়ে চলা রাস্তায় থাকা গাছ গুলো কাটার সময় নির্মাণ কর্মীদের বাধা দেয়ার কারণে। | Esta manhã, a polícia prendeu o grupo principal dos manifestantes para dar lugar a equipes de construção para reduzir as “indesejáveis” árvores nesta zona de pedestres. |
7 | প্রতিবাদে অংশ নেয়া টিমেডাক টুইট করেছেন [ক্রোয়েশিয়ান ভাষায়]: | O participante do protesto tmedak tuitou [CRO]: |
8 | পুলিশ ভ্যান থেকে সংবাদ: ১১ জনকে গ্রেফতার করা হয়েছে মৃদু প্রতিবাদের জন্যে #ভার্সাভস্কা | Notícias da van policial: 11 pessoas presas por resistência passiva #Varsavksa |
9 | তিনি একটি ছবিও পোস্ট করেছেন চড়াও হবার আগে পুলিশের শক্তি বর্ধনের। | Ele também postou uma foto da polícia momentos antes deles começarem o “cumprimento [do dever]. |
10 | অন্যান্য প্রতিবাদকারীরা ফোন, টুইটার, টুইটপিক এবং ওয়াইফ্রগের মাধ্যমে পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ সংবাদ জানিয়েছে। | Outros participantes e testemunhas usaram telefones, o Twitter, o Twitpic e o yFrog para compartilhar imediatamente informações e fotos do evento. |
11 | ক্রোয়েশিয়ার পুলিশ প্রতিবাদকারীদের উপর চড়াও হচ্ছেন। | Polícia croata lida com os manifestantes. |
12 | ছবি মারিও মিকিচের সৌজন্যে। | Foto de Mario Mikic. |
13 | টুইটার ব্যবহারকারী টপসী এই প্রতিবাদের খবর দিয়েছেন ছবি তুলে তা প্রকাশ করে: | O usuário do Twitter topssy documentou o evento através de fotos: |
14 | ইনফোপুন্কট ঘটনাস্থলে তোলা একটি ভিডিও ক্লিপ ইউটিউবে প্রকাশ করেছে: | Infopunkt publicou um vídeo da cena no YouTube |
15 | টুইটার ব্যবহারকারী ক্রুনোভিডিচ এ ক্ষেত্রে বল প্রয়োগের কথা লিখেছে। | O usuário do Twitter krunovidic comentou [CRO] sobre o uso seletivo da força neste caso: |
16 | [ক্রোয়েশিয়ান ভাষায়]: আমি আশা করি যে যখন কৃষকরা রাস্তা দখল করবে তখন যেন একই রকম আচরণ করে তারা এবং #ভার্সাভস্কার কর্মীদের সাথে যে বলপ্রদর্শন করেছে তা যেন করে। | Espero que a polícia faça o mesmo com os pedestres quando eles bloquearem as ruas da próxima vez, e usem os mesmos métodos que usaram com a equipe do #Varsavska |
17 | ম্যাসেডোনিয়ার ব্লগ আন্দ্রেই এই খবর আরও ছড়িয়েছেন এবং লাইভ ভিডিও ফিডের লিন্ক দিয়েছেন যা কিভাবে সাধারণ নাগরিকরা তাদের অধিকারের জন্যে লড়বে তার একটি উদাহরণ। | O blogueiro macedônio Andrej também espalhou as notícias [MKD] e um link para um feed ao vivo [CRO] usando-os como exemplo de como os cidadãos devem lutar por seus direitos. |