Sentence alignment for gv-ben-20090426-2543.xml (html) - gv-por-20090426-2886.xml (html)

#benpor
1মেক্সিকো: শোয়াইন ফ্লু ছড়িয়ে যাওয়া নিয়ে উদ্বেগMéxico: Epidemia de gripe suína deixa país em alerta
2মেক্সিকোর স্বাস্থ্য কর্মকর্তারা সেদেশে শোয়াইন ফ্লু (এক ধরনের ভাইরাল জ্বর) ছড়িয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।Autoridades de saúde mexicanas estão preocupadas com a epidemia de gripe suína, que já causou a morte de 68 pessoas na Cidade do México e deixou outras mil pessoas adoecidas.
3এ পর্যন্ত মেক্সিকোতে মারা গেছে ৬৮জন আর এক হাজার জনেরও বেশী লোক আক্রান্ত হয়েছে।O que torna essa febre altamente preocupante é o fato das mortes envolverem jovens, e não pessoas de grupos mais vulneráveis.
4এই রোগ নিয়ে বেশী আতন্ক কারন মৃতদের মধ্যে বেশীর ভাগ সমর্থ যুবারা, দুর্বল মানুষরা (শিশূ বা বৃদ্ধ) নয়।Nas ruas da capital, moradores tomam precauções para evitar o vírus, enquanto outros aguardam para ver se ele se espalha.
5রাজধানীর বিভিন্ন রাস্তায় জনগণ এই ভাইরাস ঠেকাতে উদ্যোগ নিয়েছে এবং অনেকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এই ভাইরাস ছড়াচ্ছে কি না তার উপর।A epidemia levou ao fechamento de museus [es] e escolas, além do cancelamento de eventos culturais [es] e de até mesmo de várias partidas de futebol marcadas para o fim de semana.
6এই ভাইরাস ছড়িয়ে যাবার ফলে মিউজিয়াম এবং স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে।Defeña Salerosa do Esta Maraña de Contradicciones [es] resume as reações dos mexicanos frente à epidemia:
7সপ্তাহান্তে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফুটবল ম্যাচ বাতিল করে দেয়া হয়েছে।
8এস্টা মারানা দো কন্ট্রাদিসিওনেস ব্লগের ডেফেনা সালেরোসা এই মহামারি সম্পর্কে মেক্সিকানদের প্রতিক্রিয়া সংকলিত করেছেন:
9অনেকে মনে করছে যে এটি সরকারের একটি চাল যেমন “চুপাকাব্রা” বা অন্য কিছু আড়াল করতে ধুম্রজাল ছড়ানো, কে জানে আসলে এটি কি: মাদকদ্রব্য পাচারজনিত হুমকি, স্টক মার্কেট কেলেন্কারী ইত্যাদি যে কোন কিছু হতে পারে।
10এ ছাড়াও অনেকে আছে যারা মনে করছে আসলেই মহামারি ছড়িয়েছে। কেউ কেউ মনে করছে যে স্বাস্থ্য দপ্তরের বা রাষ্ট্রপতির ক্যাবিনেটের নেয়া পদক্ষেপগুলো বেদরকারী এবং তিল কে তাল করা।Há aqueles que acham que trata-se de uma medida governamental para tapar algo “no estilo chupacabras” - “cortina de fumaça”, e esse algo quem sabe poderia ser: ameaças do narcotráfico, golpes na bolsa de valores, etc. Há os que acreditam que estamos mesmo chegando a uma epidemia.
11আর কেউ কেউ সত্যি ভয় পেয়েছে এবং বাড়ী থেকে বের হচ্ছে না।Alguns consideram as medidas do departamento de saúde do gabinete presidencial exageradas.
12যখন তারা বের হচ্ছে তখন তারা মুখোশ বা স্কার্ফ পড়ে বের হচ্ছে (হ্যা এই গরমে আমি দুজনকে স্কার্ফ পড়ে বের হতে দেখেছি)।Outros estão assustadíssimos e não querem sair de casa, e que, ao fazê-lo, colocam máscaras ou cachecois (sim , com todo esse calor, vi gente com cachecol!).
13অনেকে ইতিমধ্যে শ্বাসনালীতে কফের অস্তিত্ব পাচ্ছে।Uns que já sentem a mucosidade em suas vias respiratórias.
14আর কেউ কেউ চেষ্টা করছে এই বিষয় নিয়ে সবচেয়ে মজার এবং উদ্ভট মন্তবগুলো খুজে বের করতে।
15মেক্সিকো সিটি থেকে ইন্টারসেকশন্স ব্লগের ড্যানিয়েল হার্নান্দেজ নিয়মিত খবর দিয়ে যাচ্ছেন।
16তিনি শুক্রবার রাতে মেক্সিকো সিটির রাস্তার বিবরণ দিচ্ছেন:Os demais quebram a cabeça em busca do cometário/frase mais sacárstica e engraçada sobre o assunto.
17এখন রাস্তায় কি ঘটছে? লোকজন এখনও বের হচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে, তবে অনেকেই ডাক্তারের মুখোশ পড়ে আছে।Da Cidade do México, Daniel Hernandez do Intersections traz as últimas notícias em seu blogue e um relato sobre o cenário nas ruas da capital na sexta à noite:
18আজ রাতের অনেক পার্টি বাতিল করা হয়েছে।Mas como estão as coisas nas ruas nesse exato momento?
19কিন্তু এ ছাড়া জীবনযাপন স্বাভাবিক শুধু পরাবাস্তব একটি অনুভূতি আছে সবার।As pessoas estão para lá e para cá, apenas um ou outro pedestre passa com máscara cirúrgica.
20ফ্লিকার ব্যবহারকারী ভিক্টোরিয়া, যিনি মেক্সিকো সিটির একজন শিক্ষক হার্নান্দেজের পোস্টে শুক্রবার সকালে তার স্কুলে আসার বর্ণনা দিয়েছেন:
21আমি স্কুলে ঢুকেই দেখলাম যে কোন ছাত্র-ছাত্রী নেই। তখন তারা আমাকে জানালো যে ইনফ্লুয়েন্জা রোগের প্রকোপের জন্যে ছুটি দিয়ে দেয়া হয়েছে।Alguns eventos artísticos marcados para hoje a noite foram cancelados, mas fora isso a vida no distrito federal segue seu curso normal, talvez só um pouco mais surreal que de costume.
22আমার তখন মনে পড়ল মধ্যরাতে উনোনোটিসিয়াস এর কাছ থেকে এই সংক্রান্ত একটি এসএমএস পেয়েছিলাম।A usuária do Flickr Victoria, que trabalha como professora na Cidade do México, comentou na postagem de Hernandez sobre a chegada à escola na sexta de manhã:
23তারপর আমি স্কুলে ছিলাম এবং আমার মেক্সিকান সহকর্মীরা বলতে লাগল যে এই প্রথমবার এমন হল।Me disseram, ah, é por causa da epidemia de gripe, e aí eu me lembrei vagamente de ter recebido uma mensagem de texto da UNONOTICIAS à meia-noite.
24তারা আলাপ করতে লাগল যে পরিস্থিতি কত খারাপ হতে পারে যে এমন ব্যবস্থা নেয়া হয়েছে। এরপর আমি বাসায় গেলাম মেট্রোতে করে, মুখে নীল মাস্কটি পড়ে।Fiquei por ali e ouvi todos os colegas mexicanos contarem que essa é a primeira vez que isso acontece, e especular sobre o quão ruim a situação pode vir a ser para que essas medidas tenham sido tomadas.
25কিছূ ব্লগার তথ্য প্রচার করছে যে কিভাবে এই রোগটি ছড়ায়।Em seguida foi para casa, de metrô, com minha máscara azul no rosto.
26যেমন আনা মারিয়া সালাজার লিখছেন যে যদিও এর নাম শুকরের সাথে সম্পর্কিত, শুকরের মাংসের মাধ্যমে এ রোগ ছড়ায় না। সরকার ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের টিকা দেবার পরিকল্পনা করেছে।Alguns blogueiros estão publicando dicas no caso de alguém contrair e para evitar gripe, como Ana Maria Salazar, que informa que apesar do nome da gripe ela não pode ser contraída por meio da ingestão da carne de porco [es].
27কিন্তু সাধারণ জনগণের জন্যে কোন টিকা পাওয়া যাচ্ছে না।O governo planeja vacinar trabalhadores da saúde contra a gripe, mas ainda não há vacinas disponíveis para a população em geral.
28বর্তমানে তারা প্রচার করছে বিশেষ করে যে জনগণ যেন বারবার হাত ধোয় এবং হাঁচি বা কাশির সময় যাতে নাক চাপা দিয়ে রাখে।Nesse exato momento, a recomendação é que as pessoas lavem as mãos com frequência e cubram o rosto ao tossir ou espirar, dentre outras medidas.