# | ben | por |
---|
1 | ইয়েমেন; শিক্ষার প্রতি মনোযোগ | Iêmen: Foco na educação! |
2 | ইয়েমেন হছে এমন এক দেশ যেখানে পুরুষ ও নারী [১৫ বছরের উর্ধ্বে] উভয়ের শিক্ষার হার প্রায় ৪০ শতাংশ, সেখানে দেশটির সুদৃঢ় উন্নয়নের জন্য নারী ও যুবাদের শিক্ষা প্রদান এবং তাদের ক্ষমতায়ন অতীব জরুরী। | Por ser um país onde a taxa de analfabetismo de ambos os sexos (15 anos e acima) é de quase 40 por cento, a educação e o empoderamento das mulheres e dos jovens são duas necessidades imperiosas para qualquer desenvolvimento concreto no Iêmen. |
3 | “ শিক্ষা হতে হবে অধিকার, কোন সুযোগ নয় ” একটিভিস্ট এবং গবেষক আতায়াফ আলওয়াজির এই নামে একটি ব্লগ পোস্ট লিখেছেন। যেখানে তিনি নারী শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করেছেন। | Ativista e pesquisadora, Atiaf Alwazir escreveu no seu blogue um post intitulado Leitura deveria ser um direito e não um privilégio [en] destacando a importância da educação para as mulheres. |
4 | ভদ্রমহিলা আহবান জানিয়েছেন: | Ela pediu: |
5 | সুদৃঢ় এক উন্নয়নের লক্ষ্যে আসুন আমরা সকলে একসাথে কাজ করি আর সরকারের কাছে স্বাক্ষরতা কর্মসূচি পুনরায় চালু করার দাবী করি, যা কিনা অতীতে চালু ছিল। | Vamos trabalhar todos juntos para exigirmos mudanças concretas, e exigirmos do governo o retorno do programa de alfabetização implementado no passado. |
6 | জাতীয় আলোচনায় (যা কিনা মার্চ ২০১৩ থেকে শুরু হবে এবং যা শেষ হবার নির্ধারিত তারিখ হচ্ছে ২০১৩-এর আগস্টের শেষে) রাজনীতিবিদেরা যেন শিক্ষা ও স্বাস্থ্য অধিকারের প্রতি সবচেয়ে গুরুত্ব প্রদান করে, তা যেন আমরা অবশ্যই নিশ্চিত করি। | Também devemos tornar os direitos à educação e à saúde prioridades políticas na conferência de diálogo nacional (que começou em março e está programada para terminar em agosto de 2013). |
7 | ইয়েমেনের সেই সমস্ত বালক বালিকা, যাদের এখন স্কুলে যাওয়ার বয়স। | Meninos e meninas do Iêmen em idade escolar. |
8 | ছবি আরওয়া অথমান। | Foto por Arwa Othman |
9 | জাতীয় আলোচনায়, একটিভিস্ট এবং রাইটস এন্ড ফ্রিডম একটিভিস্ট ওয়ার্কিং গ্রুপের চেয়ারপারসন আরওয়া ওথমান শিক্ষার গুরত্বের উপর জোর দেন, কিন্তু তিনি একই সাথে তার ফেসবুক পাতায় [আরবি ভাষায়] লেখা এক পোস্টে যোগ করেছেন: | Ativista e presidente do Grupo de Trabalho de Direitos e Liberdades no Diálogo Nacional, Arwa Othman também salientou a importância da educação em um post na sua página no Facebook [ar] e acrescentou: |
10 | মানবাধিকার সম্মেলনে-এ যেমনটা বিবৃতি প্রদান করা হয়েছে যে শিক্ষা শুধুমাত্র অধিকার নয়, আমরা ইয়েমেনের [ নতুন এই ইয়েমেনের] এই সনদে স্কুলের পাঠ্যসূচি অর্ন্তভুক্ত করব … আর সেগুলোকে মানবাধিকার সংস্কৃতি, সহনশীলতা, সহ অবস্থান, শান্তি, স্বাধীনতা, নাগরিকত্ব, সমানাধিকার, বৈষম্যহীনতা ,ভিন্নমতের স্বাধীনতা , ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি তুলে ধরার জন্য মৌলিক এক বিষয় হিসেবে অবশ্যই পাঠ করা হবে; যেমন- বর্ণ, লিঙ্গ, ধর্ম, ভাষা, রাজনৈতিক মতামত এবং নীতির উর্ধ্বে মানবকে শ্রদ্ধা করা। আমরা আশা করি এই জাতীয় সম্মেলনে আমরা এমন এক সংবিধান পাব যেখানে ভবিষ্যত প্রজন্মের অধিকারকে শ্রদ্ধা করা হবে। | Não é apenas o direito à educação como afirmam as convenções de direitos humanos, mas também temos que incluir no currículo escolar da República do Iêmen (O Novo Iêmen) estas cartas… e elas devem ser ensinadas como uma matéria fundamental para a promoção de uma cultura de direitos humanos, tolerância, convivência, paz, liberdade, cidadania, igualdade, não discriminação, liberdade de diferença, liberdade de religião, etc.) ou seja, respeitando o ser humano independentemente de seu ou sua cor, sexo, religião, língua, opinião, princípios políticos etc. Esperamos sair desta Conferência Nacional de Diálogo com um texto constitucional que respeite o direito das gerações futuras. |