Sentence alignment for gv-ben-20120226-23073.xml (html) - gv-por-20120228-28076.xml (html)

#benpor
1পূর্ব তিমুর: প্রাকনির্বাচনী ভিডিও হাস্যরসে বিড়াল, দানবTimor-Leste: Gatos e Monstros em Vídeos Humorísticos antes da Eleição
2২০১২ সালের ১৭ মার্চ পূর্ব তিমুরে রাষ্ট্রপতি নির্বাচন এবং আশা করা যায় নির্বাচনী প্রচারাভিযানের [টেতুম ভাষায়] সময়সীমা শুরু হবে আগামী সপ্তাহে, ২৯ ফেব্রুয়ারি থেকে।As eleições presidenciais em Timor-Leste estão marcadas para 17 março de 2012 e o período da campanha eleitoral [tet] está previsto para começar em 29 de fevereiro.
3ইতোমধ্যে কয়েকজন প্রার্থী দূরবর্তীদের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন এবং পূর্ব তিমুরের নেটি নাগরিকরা গণতান্ত্রিক প্রক্রিয়া ও দশ বছরের এই দেশটির ভবিষ্যত নিয়ে বিতর্কে লিপ্ত প্রধানত ফেসবুক এবং ব্লগের মাধ্যমে।Enquanto isso, ao mesmo tempo que alguns candidatos usam as redes sociais para fazer divulgação de suas campanhas, os internautas timorenses debatem, principalmente através do Facebook e de blogs, o processo democrático e o futuro desse país com 10 anos de idade.
4নির্বাচনের পূর্বাভাস হল নাগরিক প্রচার মাধ্যম একটি মৌলিক ব্যবহার। কিন্তু ব্যবহারকারী স্লগহেইন ইউটিউবে সবচেয়ে বহুলপরিচিত চার প্রেসিডেন্ট প্রার্থীকে উপহাস করে ধারাবাহিক হাস্যরসাত্মক যে ভিডিওগুলো আপলোড করেছেন তা মোটেই গুরুতর কিছু নয়।Um dos usos mais originais da mídia cidadã na antecipação das eleições, no entanto, não é nada sério - o usuário Slogheinn submeteu uma série de vídeos humorísticos no Youtube que zombam dos quatro candidatos mais conhecidos à presidência.
5এরকম একজন হলেন ঐতিহাসিক বিরোধী দল, স্বাধীন পূর্ব তিমুর বিপ্লবী ফ্রন্টের (ফ্রেটিলিন) সভাপতি ফ্রান্সিসকো গুতারেস লু-ওলো যিনি সর্বোচ্চ সংখ্যক ২২,৫৯০ জন প্রস্তাবকারীর স্বাক্ষরসহ নিজের প্রার্থীতা উপস্থাপন করেন।Tal é o caso de Francisco Guteres “Lu-Olo”, presidente do histórico partido de oposição Frente Revolucionária de Timor-Leste Independente (FRETILIN), que apresentou sua candidatura com o maior número de abaixo-assinados, 22.590 ao todo.
6ভিডিওটি চলতে থাকলে দেখা যায় “কমরেড লু-ওলো”-এর নকলটি ফ্রেটিলিনের মহাসচিব মারি আলকাতিরির “ছায়া”তলে পড়ে থাকায় হতাশ।Tal como mostra no vídeo a mímica do “Camarada Lu Olo”, ele sente-se frustrado por estar à “sombra” de Mari Alkatiri, secretário-geral da Fretilin.
7২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত পূর্ব তিমুর জাতীয় সংসদের নেতৃত্ব দেয়ার পর আবারও লু-ওলোকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্যে বিলাপ করতে এবং দ্বিতীয় দফায় দেশের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ২০০৭ সালের নির্বাচনে পরাজিত হতে দেখা যায়:Lu Olo lamenta por ter de concorrer mais uma vez à presidência, depois de ter dirigido o Parlamento Nacional de Timor-Leste de 2002 a 2007, e ter sido derrotado no segundo turno quando concorreu à presidência do país na eleição presidencial de 2007:
8http://youtu.be/DP6olsA3tp0http://youtu.be/DP6olsA3tp0
9সমস্যা হল যে আলকাতিরি আমাকে [এটা করতে] বাধ্য করে, আমাকে পুর্ণ বিরতিতে যেতে বলে আমি রাষ্ট্রপতি পদে থেকে থেকে তিতিবিরক্ত হয়ে উঠেছি, আলকাতিরি সবসময় আমাকে আদেশ করে যেমন সে তা করতো আমি যখন সংসদের সভাপতি ছিলাম।O problema é que Alkatiri obrigou-me a ir e ponto final. Estou farto de ser presidente, Alkatiri está sempre me dando ordens tal como dava quando eu era o presidente do parlamento.
10আমি জানি দক্ষতা ছাড়া উচ্চাকাঙ্ক্ষার আশা করা অপরাধ। কিন্তু কোন গুণ না থাকা সত্ত্বেও যদি আমার মনিব আমাকে তা করতে বাধ্য করে, আমাকে তা তো করতেই হবে… আমি জানি না কেন আলকাতিরির আমাকে যেমন ইচ্ছে ব্যবহার করতে হবে….Eu sei que a ambição sem capacidade é um crime, mas se o patrão manda-me fazer algo, tenho de fazê-lo, mesmo que sem qualidade.
11কখনও কখনও তার সঙ্গে পার্থক্য তৈরী করার জন্যে আমাকে একটা অবস্থান নিতে হয় (…)Eu não sei por que Alkatiri tem de me usar da forma como ele quer… Às vezes tenho que tomar uma posição para diferenciar-me dele (…)
12সেনত্রু জর্নালিস্তা ইনভেস্তিগাতিভু তিমুর লেস্তে (সিজেআইটিএল) অনুযায়ী ৭,৯৭৭ জন প্রস্তাবকারী সমর্থিত প্রার্থী (যদিও তার ওয়েবসাইটে তার পিটিশন প্রাপ্তির সংখ্যা প্রায় ১,১৬,৩০০ ঘোষণা করা হয়েছে) পূর্ব তিমুরের বর্তমান রাষ্ট্রপতি হোসে র‍্যামোস হোর্তাকে অনেকটা সার্বজনীন ভিডিও কৌশলে একটি বিড়ালছানা হিসেবে দেখানো হয় যেখানে তিনি ২০০৮ সালে তার হত্যা প্রচেষ্টার কথা বলেছেন:O atual presidente de Timor-Leste, José Ramos Horta, cuja candidatura de acordo com Centru Jornalista Investigativu Timor-Leste (CJITL) contou com o apoio de 7.977 pessoas (embora seu sítio web anuncie [en] que tenha recebido em torno de 116.300 petições), é representado por um gatinho num vídeo com uma abordagem um tanto católica onde ele lembra a tentativa de assassinato que sofreu em 2008:
13http://youtu.be/VkVx6S0L48khttp://youtu.be/VkVx6S0L48k
14আমি পুনরায় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে চাই, কিন্তু আমাকে তিনটি বিশপ, তিনটি পোপ এবং চারটি পেঁচার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখতে হবে তারা আমাকে বা সমর্থন করবে কি না।Eu quero recandidatar-me à Presidência da República, mas tenho de ir falar com três bispos, três papas e quatro corujas para ver se eles vão apoiar-me ou não.
15যদি না করে, আমি জাতিসংঘের কাছে গিয়ে পরীক্ষা করবো।Se não, vou ver com a ONU.
16যদি জনগণ আমাকে বাছাই করতে ইচ্ছে না করে আমি খুব দ্রুত […] তিমুর ফিরে যাব, আমার জনগণের এখনও আমাকে প্রয়োজন।Se as pessoas não quiserem me escolher, vou regressar a Timor bem rápido […] meu povo ainda precisa de mim.
17আপনি হয়তো জানতে চান অতীতে কেউ আমাকে গুলি করেছে এবং আমি স্বর্গে চলে গিয়েছি কিনা।Se você quer saber, no passado atiraram em mim e eu fui para o céu.
18যীশু আমাকে বলেছে, পিটারকে পাল্টে আমার সেখানকার দ্বাররক্ষী হওয়া উচিত। বিদেশী হওয়া চমৎকার কিন্তু আমি বলেছি আমি পারব না।Lá Jesus disse-me que eu deveria substituir Pedro, para tornar-me o guardião de lá, mas os estrangeiros são bons, e eu disse que não podia ficar.
19আমাকে তিমুর ফিরে যেতে হবে (…)Eu tenho de voltar para Timor (…)
20লাসামা নামেও পরিচিত জাতীয় সংসদের বর্তমান প্রেসিডেন্ট ফার্নান্দো ডি আরাউহো ৮,৩১৪টি স্বাক্ষর দিয়ে তার নিজের প্রার্থীতা সমর্থন করেন।Fernando de Araújo, também conhecido como Lasama, que é o atual presidente do Parlamento Nacional, apoiou a sua candidatura com 8.314 assinaturas.
21তার নকল নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি “নুডলস ৫ সেন্টে এবং পাম ওয়াইন ১ ডলারে নামিয়ে আনার এবং সেই সাথে তাস খেলার জন্য একটি বড় ক্যাসিনো খোলার” কল্পিত ইচ্ছে প্রকাশ করেন।Como parte de suas promessas eleitorais ridicularizadas, ele supostamente pretende baixar o preço do “macarrão para US$ 0.05 e o vinho de palma para US$1,00, bem como abrir um grande cassino para jogar cartas”.
22যেমন তার অবতার বলছে, ” আমার কথা শুনো!Tal como diz seu avatar diz: “ouça-me!
23আমিও খুব প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হতে চাই!”:Eu também quero ser presidente da República!”:
24http://youtu.be/-Z1FwtA988ghttp://youtu.be/-Z1FwtA988g
25১০,০০০ প্রস্তাবকারী সমর্থিত প্রার্থী তাউর মাতান রাউক (টেতুম ভাষায় “দুটি তীক্ষ্ণ চোখ”) নামে পরিচিত পূর্ব তিমুর সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল নির্ধারিত তারিখ অনুমান করে “ভোটারদের ব্যাখ্যা করার সুযোগ নেন কেন তিনি প্রথম প্রচারাভিযান শুরু করা প্রার্থী হতে চেয়েছিলেন”:O Major-General das Forças Armadas de Timor-Leste, conhecido como Taur Matan Ruak [en] (expressão tétum que significa: “dois olhos afiados”), cuja candidatura foi apoiada por 10.000 pessoas, “aproveita a oportunidade para explicar aos eleitores por que ele queria ser o primeiro a começar a campanha”, em antecipação à data prevista:
26http://youtu.be/TOR2720Je7Yhttp://youtu.be/TOR2720Je7Y
27এমনকি প্রধানমন্ত্রী এবং প্রজাতন্ত্রের প্রাক্তন প্রেসিডেন্ট, “ম‘ন বৎ” (বড় ভাই) জানানা গুসমাও-এর নিজ অবতার “প্রিয় তিমুর লোরোসার জনগণকে গণতন্ত্রের পার্টির জন্য নিজেদের প্রস্তুত থাকার” একটি আহ্বান জানাচ্ছে।Mesmo o primeiro-ministro e ex-presidente da República, “Maun Bot” (grande irmão) Xanana Gusmão, teve de ter seu próprio avatar e fazer uma chamada ao “querido povo de Timor Lorosae para que se preparassem para a festa da democracia”.