Sentence alignment for gv-ben-20131211-40496.xml (html) - gv-por-20131209-48764.xml (html)

#benpor
1প্রথম বারের মতো পুলিশের গুলিতে একজন নিহত হওয়ায় আইসল্যান্ডে শোকIslândia lamenta pelo primeiro homem morto pela polícia
2আইসল্যান্ডের রিকজাভিকে পুলিশ সদস্য।Polícia em Reykjavik, Islândia.
3ছবিটি ক্রিস্টোফার পোর্টারের ফ্লিকার থেকে নেওয়া।Foto publicada no Flickr por Christopher Porter (CC BY-NC-ND 2.0)
4ট্রেসি টঙ্গের এই কলাম এবং রেডিও রিপোর্টটি প্রকৃতপক্ষে পিআরআই ডট ওআরজি তে গত ৩ ডিসেম্বর, ২০১৩ তারিখে সারা বিশ্বের জন্য প্রকাশিত হয়।
5লেখা শেয়ার করা চুক্তির একটি অংশ হিসেবে এটি পুনরায় প্রকাশিত হল। এ সপ্তাহে আইসল্যান্ডে একটি নজিরবিহীন শিরোনাম হচ্ছে - একজন লোককে পুলিশ গুলি করে হত্যা করেছে।Este artigo que foi escrito por Traci Tong para o The World e foi ao ar no PRI.org [en]em 3 de dezembro de 2013, está sendo republicado como parte de um acordo de compartilhamento de conteúdo.
6দ্যা আইসল্যান্ডিক ব্রডকাস্টিং সার্ভিস, আরইউভি'র খবরের সম্পাদক থরা আরনর্সডটির বলেছেন, “জাতি হতবাক।Nesta semana, uma coisa inédita aconteceu na Islândia - um homem foi morto pela polícia.
7এ রকম ঘটনা আমাদের দেশে কখনো ঘটেনি।”“A nação inteira ficou chocada.
8তিনি ৫৯ বছর বয়সী বৃদ্ধের কথা উল্লেখ করেছেন, যাকে সোমবারে পুলিশ গুলি করে হত্যা করেছে।Essas coisas não acontecem no nosso país,” disse Thora Arnorsdottir, jornalista da RUV, a agência nacional de telecomunicações na Islândia.
9বৃদ্ধের বাড়িতে পুলিশ ঢোকার সাথে সাথে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।Ela estava se referindo a um senhor de 59 anos que foi morto por policiais na segunda-feira.
10লোকটির মানসিক অসুস্থতায় ভোগার পুরনো ইতিহাস আছে।O homem, que começou a atirar nos policiais assim que entraram no prédio, já tinha um histórico de doença mental.
11আইসল্যান্ড ১৯৪৪ সালে একটি স্বাধীন প্রজাতন্ত্রে পরিনত হওয়ার পর থেকে এ পর্যন্ত এই প্রথম কেউ সশস্ত্র পুলিশের গুলিতে নিহত হলেন।É a primeira vez que a polícia tira a vida de alguém na Islândia, desde que o país se tornou um república independente em 1944.
12এমনকি সেখানে সাধারণত পুলিশ অস্ত্র বহন করে না।Na verdade, a polícia islandesa nem chega a carregar armas.
13আইসল্যান্ডে হিংস্র অপরাধের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে।Crimes violentos são raros nesse país.
14আরনর্সডটির বলেন, “এদেশের মানুষ চায় না দেশীয় পুলিশ অস্ত্র বহন করুক।“A nação não quer que a polícia seja armada porque é perigoso e ameaçador”, diz Arnorsdottir.
15কারণ, এটি খুব বিপদজনক, খুব ভীতি প্রদর্শনকারী।”“Isso faz parte da nossa cultura.
16“এটি এদেশের সংস্কৃতির একটি অংশ। খেলাধূলার ক্ষেত্রে শিকার করতে অস্ত্র ব্যবহার করা হয়।Armas são usadas para a caça esportiva, mas você nunca vê ninguém andando com uma pela rua.”
17কিন্তু আপনি নিশ্চয়ই কখনো অস্ত্র দেখেননি।”A verdade é que os islandeses não são “anti-bélicos”.
18তবে আইসল্যান্ড কিন্তু অস্ত্র-বিরোধী নয়।Em questão de propriedade de armas per capita, a Islândia ocupa a 15ª posição no mundo.
19মাথাপিছু অস্ত্র মালিকানার ক্ষেত্রে আইসল্যান্ড সারা বিশ্বে ১৫ তম অবস্থানে রয়েছে।Mesmo assim, esse incidente foi tão raro que os vizinhos do homem morto chegaram a compará-lo a uma cena de filme americano.
20এখানে এই ধরনের ঘটনা এতো দূর্লভ যে নিহত লোকটির প্রতিবেশীরা এই গোলাগুলির ঘটনাটিকে আমেরিকার কোন চলচ্চিত্রের দৃশ্যের সাথে তুলনা করেছেন।
21আইসল্যান্ডের পুলিশ বিভাগ বলেছে, এ ঘটনায় জড়িত কর্মকর্তাদেরকে প্রচন্ড দুঃখ পীড়িত ঘটনার মধ্য দিয়ে অতিক্রান্ত হয়ায় উপদেশ দান প্রক্রিয়ায় পাঠানো হবে।
22মৃত লোকটির পরিবারের কাছে ইতোমধ্যেই পুলিশ বিভাগ ক্ষমা চেয়েছে।O departamento de polícia da Islândia afirmou que os policiais envolvidos vão passar por acompanhamento psicológico.
23যদিও প্রাসঙ্গিকভাবে তারা কোন অপরাধ করেনি। আরনর্সডটির বলেছেন, “আমি মনে করি, তাঁরা শ্রদ্ধাশীল।O departamento pediu formalmente desculpas à família do homem que foi morto - o que nem era necessário, já que a polícia não fez nada de errado.
24কারন অন্যকে হত্যা করতে কেউই চায় না।” আরো অনেকগুলো প্রশ্নের উত্তর জানা বাকি রয়ে গেছে।“Eu acho que isso é respeitável”, diz Arnorsdottir, “porque ninguém quer tirar a vida das outras pessoas.”
25তাঁর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, পুলিশ কেন লোকটির বাড়িতে ঢোকার আগে তাঁর সাথে সমঝোতা করার চেষ্টা করল না।Ainda há muitas perguntas sem resposta, como por que a polícia não tentou negociar com o homem antes de entrar no prédio.
26“এই দেশটিতে বাস করার বেশ কিছু বড় কারণের একটি হচ্ছে, আপনি যেকোন সময় সংসদে প্রবেশ করতে পারবেন এবং এ কারনে শুধুমাত্র আপনার মোবাইল ফোনটি বন্ধ রাখতে বলা হবে।“Uma das grandes vantagens de viver na Islândia é que se você entrar no Parlamento, a única coisa que vão te pedir é que você desligue o celular para não perturbar os parlamentares enquanto conversam.
27যখন সাংসদেরা কথা বলছেন, তখন যেন আপনার কারনে তারা বিরক্ত না হন।Não temos policiais armados protegendo o primeiro ministro ou o presidente.
28আমাদের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের পেছনে কখনো সশস্ত্র দেহরক্ষী থাকে না।
29একটি শান্তিপূর্ণ সমাজে বসবাসের জন্য এটি একটি বড় অংশ। আমরা এগুলো পরিবর্তন করতে চাই না।”Essa é a vantagem de viver em uma sociedade pacífica, e não queremos que isso mude por nada.”