Sentence alignment for gv-ben-20120328-24112.xml (html) - gv-por-20120403-28992.xml (html)

#benpor
1ভারত: বিশ্বের সর্বশেষ হাতেলেখা সংবাদপত্রÍndia: O Último Jornal Escrito à Mão no Mundo
2সংবাদপত্রের আদিরূপটি হলো হাতে লেখা এবং সম্ভবতঃ ‘দি মুসলমান'ই বিশ্বের সর্বশেষ অবশিষ্ট হাতে লেখা সংবাদপত্র।As formas mais antigas de jornais foram escritas à mão e agora ‘The Musalman‘ [en] é provavelmente o último jornal manuscrito no mundo.
3১৯২৭ সালে এই উর্দু ভাষার সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেছিলেন জনাব সৈয়দ আসমাদুল্লাহ সাহী এবং তখন থেকেই ভারতের চেন্নাই শহর থেকে প্রতিদিন এটি প্রকাশিত হচ্ছে।Este jornal de língua urdu foi criado em 1927, por Chenab Syed Asmadullah Sahi, e, desde então, tem sido publicado diariamente na cidade de Chennai, Índia.
4বর্তমানে সৈয়দ আসমাদুল্লাহের নাতি সৈয়দ আরিফুল্লাহ এর পরিচালনায় ছয়জন দক্ষ লিপি কর্মী প্রতিদিন চার পৃষ্ঠার এই সংবাদপত্রে কাজ করেন।Atualmente, ele é dirigido Syed Arifullah, neto de Syed Asmadullah, além de seis calígrafos habilidosos que trabalham neste jornal de quatro páginas diárias.
5প্রায় ২৩,০০০ প্রচারসংখ্যার উর্দু ভাষার এই সংবাদপত্রটিতে রাজনীতি, সংস্কৃতি ও খেলাধুলাসহ নানামুখী সংবাদ পরিবেশিত হয়।Com uma tiragem de aproximadamente 23.000 exemplares, em língua urdu, ele cobre um amplo espectro de notícias, incluindo política, cultura e esportes.
6প্রযুক্তির সাম্প্রতিক উন্নয়নের ফলে জনগণ সংবাদ ইন্টারনেটে পড়ার কারণে যেখানে কাগজের সংবাদপত্র লোপ পাচ্ছে, সেখানে খবর পরিবেশনে এমন ব্যক্তিগত স্পর্শ খুঁজে পাওয়া বিরল।Com os recentes avanços tecnológicos, onde os jornais impressos estão sendo extintos porque as pessoas os lêem online, este toque pessoal é raro de encontrar.
7সংবাদপত্রটির মূল্য এখনো মাত্র ৭৫পয়সা (২ মার্কিন সেন্ট প্রায়)।O jornal custa 75 Paise [en], aproximadamente 2 centavos de dólar.
8পত্রিকা অফিসের সাইনবোর্ড।Tabuleta do escritório.
9দি মুসলমান ভিডিওটির স্ক্রীণছবি থেকেScreenshot do vídeo The Musalman
10মদনমোহন তরুণ রিপোর্ট করেছেন:Atualmente ele é editado pelo Sr. Syed Arifullah.
11বর্তমানে এটি সম্পাদনা করছেন সৈয়দ আরিফুল্লাহ।Ele assumiu o cargo depois que seu pai morreu.
12তার পিতা মারা গেলে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।Seu pai fez este trabalho por 40 anos.
13তার পিতা এটি ৮০ বছর পরিচালনা করেন। তার এটি দাদা প্রতিষ্ঠা করেছিলেন ১৯২৭ সালে।O jornal foi fundado por seu avô em 1927.
14এই সংবাদপত্রটি এখনো তার আদি রূপটি পরিগ্রহ করে আছে এবং উ্দু কম্পিউটার ফন্টের সাথে আপস করেনি। [..]Este trabalho tem mantido a sua aparência original e não parece com o Urdu escrito no computador. [..]
15প্রতিটি পৃষ্ঠা তৈরী করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।A preparação de cada página leva cerca de três horas.
16এর খণ্ডকালীন প্রতিবেদকদের কাছ থেকে ইংরেজীতে সংবাদ পাওয়ার পরে এগুলো উর্দুতে অনুদিত হলে কাতিব'রা - এখনো উর্দু লিখন শৈলী ধরে রাখা এসব লেখকেরা - পুরো কাহিনীটি কাগজে লিখে ফেলেন।Depois que a notícia é recebida em inglês, a partir de seus repórteres, ela é traduzida em Urdu, e Katibs - escritores, dedicados à arte milenar da caligrafia Urdu - escrevem toda a história no papel.
17তারপরে সেই গোটা হাতে লেখা কাগজটি নেগেটিভ অনুলিপি তৈরী করে ছাপার প্লেটে ছাপ দেয়া হয়।Depois que a cópia negativa do papel manuscrito é preparada, ela é pressionada sobre placas de impressão.
18কাজে নিয়োজিত লিপিকর্মীরা। ‘দি মুসলমান' ভিডিওটির স্ক্রীনছবিAfsar Shaheen comenta em um post do Luthfispace [en] por que a litografia continua sendo adotada:
19কেনো এখনো লিথোগ্রাফি ব্যবহার করা হয় ব্যাখ্যা করে আফসার শাহীন মন্তব্য করেন লুৎফিস্পেসের একটি পোস্টে:A composição em Urdu era muito difícil; além disso, a sua aparência era feia se comparada ao trabalho manuscrito.
20উর্দু টাইপ সেট করা খুবই কঠিন এবং হাতে লেখা কাজের তুলনায় টাইপ সেট দেখতে কুৎসিত।Assim, os Urdus retomaram a litografia, enquanto outras línguas adotaram a composição gráfica.
21সুতরাং অন্যান্য ভাষা টাইপ সেট গ্রহণ করলেও উর্দু লিথোগ্রাফে ফিরে গিয়েছে।Com o advento do computador, a escrita Urdu recebeu um grande impulso.
22কম্পিউটারের আবির্ভাবের সাথে সাথে উর্দু লেখা অনেক গতি পায়।Permitiu a caligrafia sem os problemas de litografia.
23এতে লিথোগ্রাফির সমস্যা ছাড়াই লিপিবিদ্যার লেখনী ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়।
24তবুও দক্ষ কাতিবের লেখা এবং ভালভাবে লিথোগ্রাফ করা বই বা সংবাদপত্র খুবই মনোমুগ্ধকর এবং সুন্দর; কম্পিউটারে লেখা উর্দু তার ধারে কাছেও না।No entanto, um livro ou jornal, escrito por um Katib bem e corretamente litografado é muito agradável e bonito; o Urdu escrito no computador não é páreo.
25পত্রিকাটি সম্পর্কে আরও জানতে ইশানি কে.Confira este vídeo dirigido por Ishani K.
26দত্ত পরিচালিত এবং ভারতের বহির্বিশ্ব বিষয়ক মন্ত্রণালয়ের কূটনৈতিক বিভাগের প্রযোজিত ও ইউটিউবে আপলোড করা এই ভিডিওটি দেখুন:Dutta [en], produzido e postado no YouTube pela Divisão de Diplomacia Pública do Ministério da Índia de Relações Exteriores: