Sentence alignment for gv-ben-20140725-44264.xml (html) - gv-por-20140802-53719.xml (html)

#benpor
1নেপালের দূর্গম গ্রামের এই তরুণী ফুটবলাররা মেসির চাইতেও বেশি জনপ্রিয়No Nepal há uma jogadora de futebol tão famosa quanto Messi
2প্রতিযোগিতায় অংশগ্রহণের পর সুনাকালির প্রমীলা ফুটবল দলের বাড়ি ফেরার স্ক্রিনশটScreenshot da equipe feminina de futebol de Sunakali chegando em casa após jogarem em um torneio.
3নেপালের দরিদ্রতম জেলা মুগুতে কোন ফুটবল স্টেডিয়াম নাই, কিন্তু এ জেলায় রয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় সন্তান লিওনেল মেসির চাইতেও বেশি জনপ্রিয় ফুটবল তারকা।Mugu, um dos distritos mais pobres do Nepal, não tem um único estádio de futebol. No entanto, lá tem uma estrela do futebol tão venerada quanto o jogador argentino Lionel Messi - e esta estrela é uma mulher.
4তিনি একজন নারী। নেপালের জনপ্রিয় ব্লগ মাইসংসার এর প্রতিবেদনে জানা যায় জাতীয় প্রমীলা ফুটবলে জয়লাভের পর সুনাকালী ও তাঁর দলকে এমন ভাবে তাদের এলাকায় স্বাগত জানানো হয়েছে যেন তারা ব্রাজিলে বিশ্বকাপ জয় করেছে।Sunakali e sua equipe foram recebidas no distrito como se tivessem conquistado o 1º lugar na Copa do Mundo após vencerem o torneio nacional de futebol, segundo um blog popular do Nepal “Mysansar“.
5কাইলালিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এ তরুণীরা তাদের জীবনে প্রথমবারের মত তাদের পাহাড়ি জেলার বাইরে যায়। তাঁদের এ পরিভ্রমণ ছিল হাজার কিলোমিটারেরো বেশি।As jovens mulheres saíram do local montanhoso pela primeira vez em suas vidas para ir disputar o torneio em Kailali, uma viagem de centenas de quilômetros.
6ছোট বিমানবন্দরে পৌঁছাতে তাঁদের দুইদিন হাটতে হয়েছে এবং তারপর জীবনে প্রথমবারের মত প্লেন, রিকশা ও গরুর গাড়িতে চড়তে হয়েছে।Elas caminharam dois dias para chegar à pista de pouso e viajaram de avião, riquixá e carroça.
7কাইলালি ও মুগুর মধ্যে কোন সরাসরি সড়ক যোগাযোগ নেই, আর যেটা আছে সেটার অবস্থা খুবই খারাপ।Não há estradas que ligam diretamente Kailali e Mugu, e as que existem estão em mau estado.
8প্রতিযোগিতায় মুগু দল ললিতপুর জেলার বড়িখেল দলের সাথে খেলে। ফাইনালে টিকাপুর দলের সাথে খেলার আগে তারা কাইলালির বালিয়া দল ও পাথারিয়া দলকে পরাজিত করে।No torneio, a equipe de Mugu jogou contra a equipe Badikhel do distrito de Lalitpur, a equipe Baliya de Kailali e a equipe de Patharaiya antes jorgar contra a equipe de Tikapur na final.
9ফাইনালে মুগু দল বিজয়ী হয় এবং সুনাকালি সেরা খেলোয়াড় নির্বাচিত হন।A equipe de Mugu ganhou e Sunakali foi eleita a melhor atacante.
10নানা কারনে এ অর্জন তাৎপর্যপূর্ণ, এর মধ্যে অন্যতম হল এই নারীরা ২০১১ সালে খেলাধূলায় অংশগ্রহণ করে।Foi uma conquista impressionante por muitos motivos, incluindo o fato de que as jovens só foram introduzidas no esporte em 2011.
11মুগুতে মানুষের গড় আয়ু ৪৭ বছর, পুরুষের ৪৯ আর নারীদের ৩৯। ১৫- ১৯ বছর বয়সী মেয়েদের প্রায় দুই-তৃতীয়াংশই বিবাহিত, নারী শিক্ষার হার ৯ শতাংশ।Em Mugu, a expectativa média de vida é de 47 anos, sendo 49 para os homens e 39 para as mulheres.
12বিজয়ী দল প্রত্যাবর্তনের পর স্থানীয়রা এয়ারস্ট্রীপে তাদের সাথে দেখা করতে আসে এবং স্লোগান দেয়, “সুনাকালি মেসির মত!”Quase dois terços de meninas com idade entre 15 e 19 anos são casadas e taxa de alfabetização feminina é de 9%.
13গ্রামে যাওয়ার জন্য তাদের জন্য ঘোড়ার আয়োজন করা হয়, মুগুর জন্য এটা অনেক সম্মানের বিষয়, কারন সেখানকার নারীরা কোন প্রাণীর উপর আরোহণ করেননা।Quando a equipe vencedora retornou, os moradores receberam as jovens na pista de pouso entoando “Sunkali é igual a Messi!”.
14নারীদের এই সফর নিয়ে সাংবাদিক ভোজরাজ ভাট একটি ডকুমেন্টারি তৈরি করেছেন, এ ডকুমেন্টারিটি জুলাই-এ মুক্তি পাবে।Foram providenciados cavalos para que as elas voltassem ao distrito, o que é um ato de honra para elas, uma vez que em Mugu mulheres raramente montam nestes animais.
15“সুনাকালীঃ গৌরবের পথে কিশোরী মেয়ের যাত্রা” শিরোনামে ইউটিউব প্রমোতে মুগুর জীবনযাত্রার এক ঝলক দেখা যাবে।O jornalista Bhojraj Bhat preparou um documentário a ser lançado em julho, baseado na jornada das jovens.
16প্রতিযোগিতায় জয়লাভের পর, সুনাকালী মুগুর সাধারণ নামে পরিণত হয়েছে, এবং সামাজিক প্রচার মাধ্যমে তাঁর কাহিনী ছড়িয়ে পড়েছে।Um teaser de ‘Sunakali: A jornada de garotas adolescentes à glórias' no YouTube mostra um pouco de como é a vida em Mugu.
17নেপালী সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক ইকান্তিপুর সুনাকালীর সাক্ষাৎকার নিয়েছে তার ইন্টারনেট সুনামকে অনুসরণ করে।Desde a vitória, Sunakali se tornou um nome popular em Mugu e sua história apareceu nas redes sociais. O jornal Saptahik destacou Sunakali e acompanhou sua fama na internet.
18ভোজরাজ ভাট প্রকাশনা কভারটি টুইট করেনঃBhat tweetou sobre a capa da publicação:
19সুনাকালী নেপালী #মেসি!Sunakali, uma #Messi nepalesa!
20#মাইসংসার- এর(৭৫,১৩৯) সবচেয়ে গরম খবর আসছে @সাপ্তাহিক ২ ডে তে http://t.co/R4Zj6TkA4o) pic.twitter.com/qBg107YSf4 - ভোজরাজ ভাট (@@bhojbhat)As notícias mais quentes de #Mysansar (75,139), apareceram no @saptahik 2dy http://t.co/R4Zj6TkA4o) pic.twitter.com/qBg107YSf4
21স্বঘোষিত মুভি পাগল এবং ক্রিকেট ভক্ত টুইটার ব্যবহারকারী সুরজ সুনাকালী ও তাঁর মায়ের ট্রফি হাতে নিয়ে তোলা ছবি টুইট করেছেনঃ- Bhojraj Bhat (@bhojbhat) 4 de Julho, 2014 O usuário Suraj, um auto-intitulado cinéfilo e fã de cricket, tweetou a foto de Sunkali segurando um troféu, junto a sua mãe:
22মগুর মেসিঃ সুনাকালী বুধা ও তার মাMessi de Mugu: Sunakali Budha com sua mãe
23প্রখ্যাত নেপালী ব্লগার লেক্স লিম্বু সুনাকালীকে নিয়ে তাঁর ব্লগে লিখেন, তাঁর এ লেখা বিশ্বের নেপালীদের মধ্যে ছড়িয়ে পড়ে।Um blogueiro famoso do Nepal Lex Limbu também escreveu algo sobre ela em seu blog, o qual é vastamente lido por nepaleses de todo o mundo.
24সুনাকালীর গ্রাম মুগুতে টেলিভিশন ইন্টারনেট এখনও স্বপ্ন, সমাজতত্ত্বের শিক্ষার্থী সরোজ চাপাগাই সুনাকালী ও মেসির তুলনা করে বিস্মিত হনঃNo vilarejo de Sunkali, em Mugu, televisão e internet ainda não passam de um sonho. Dadas todas as comparações entre Sunkali e Messi, Saroj Chapagai, um estudante de sociologia, não pôde deixar de se perguntar:
25গতকাল সুনাকালী মেসির খেলা দেখতেও পারে নাও পারে কিন্তু খেলা দেখে আমি আলোড়িত হয়েছি।Enquanto assistia o jogo, eu me perguntava se Sunakali assistia ou não à partida de Messi ontem.