Sentence alignment for gv-ben-20110922-20148.xml (html) - gv-por-20110523-20566.xml (html)

#benpor
1স্বচ্ছতার জন্য প্রযুক্তি: চূড়ান্ত প্রতিবেদন“Technology for Transparency”: Relatório Final [Todos os links levam a sites em inglês]
2টেকনলজি ফর ট্রান্সপারেন্সি নেটওয়ার্ক (স্বচ্ছ নেটওয়ার্কের জন্য প্রযুক্তি) গর্বের সাথে জানাচ্ছে যে তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন ‘স্বচ্ছতা ও দায়বদ্ধতার জন্য প্রযুক্তির বৈশ্বিক নকশা‘ প্রকাশ করেছে।O Technology for Transparency Network [Rede Tecnologia para Transparência] tem a honra de anunciar o lançamento do relatório final do projeto, Mapeamento Global do Uso de Tecnologia em Prol da Transparência e Prestação de Contas.
3এই প্রতিবেদনটি প্রকাশ করেছে স্বচ্ছতা ও দায়বদ্ধতা উদ্যোগ (@টিএইনিশিয়েটিভ)। এর সাথে তারা প্রায় এক ডজনের মতো আন্তর্জাতিক স্বচ্ছতা আন্দোলনের উপর প্রতিবেদন প্রকাশ করেছে।O relatório foi publicado pelo Transparency and Accountability Initiative [Iniciativa Transparência e Prestação de Contas] junto com uma dezena de outros projetos sobre movimentos globais de transparência.
4প্রতিবেদন গুলিতে তিনটি মূল গবেষণা ক্ষেত্রের উপর আলোকপাত করা হয়েছে- প্রভাব থেকে শিক্ষা, নতুন প্রযুক্তিসমূহ ও প্রবর্তিত নীতিসমূহ।O relatório concentra-se em três áreas chaves de pesquisa: Impacto e Aprendizado, Novas Tecnologias e Inovação em Políticas.
5আমাদের কাজে সহায়তা করে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ স্বচ্ছতা ও দায়বদ্ধতা উদ্যোগকে, আমাদের চমৎকার গবেষক দলকে এবং ডেভিড সাসাকিকে, যিনি স্বচ্ছ নেটওয়ার্কের জন্য প্রযুক্তি আরম্ভ করেছেন এবং এর প্রারম্ভিক পর্যায়ে দিকনির্দেশনা দিয়েছেন, যা এই প্রতিবেদনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।Nossos agradecimentos vão para o Transparency and Accountability Initiative pelo apoio dado ao nosso trabalho, para a nossa fantástica equipe de pesquisadores, e para David Sasaki, que lançou e gerenciou a fase inicial da rede Technology for Transparency Network, que elaborou as bases fundamentais para esse relatório.
6এই প্রতিবেদনটিতে ১০০ এর বেশি প্রকল্পের মূল ফলাফলের পর্যালোচনা এবং মধ্য ও পূর্ব ইউরোপ, পূর্ব এশিয়া, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও সাব-সাহারান আফ্রিকার ডজন ডজন প্রয়োগকারীর সাক্ষাৎকার যোগ করা হয়েছে যারা স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির উপায় হিসেবে নতুন প্রযুক্তি ব্যবহার করেন।Este relatório contém as principais conclusões de estudo que analisou mais de cem projetos e entrevistou dezenas de profissionais na Europa Central e Oriental, Leste Asiático, América Latina, Oriente Médio e Norte da África, Sul da Ásia, Sudeste Asiático, na antiga União Soviética e na África Subsariana que utilizam novas tecnologias como um meio para aumentar a transparência e a accountability (responsabilização e prestação de contas).
7এই বিবরণটি স্বচ্ছতা ও দায়বদ্ধতা আন্দোলনের বর্তমান পর্যায় সম্পর্কে ধারণা দেয় এবং এর প্রভাব মাপার জন্য উদ্দীপক সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ পূর্বাভাস ও প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দেয়।Esse resumo ajuda a “tomar o pulso” do movimento “Tecnologia em prol da Transparência e Accountability” e sugere possibilidades interessantes para o dimensionamento do impacto, bem como advertências e desafios importantes.
8স্বচ্ছতা ও দায়বদ্ধতা যারা অনুশীলন করেন তাদের জন্য উদীয়মান প্রযুক্তি সমূহকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার কার্যকর কাঠামোতে নিয়ে আসার জন্য অন্তত চারটি উপায়ের প্রয়োজন:Para os ativistas de transparência e accountability, é importante destacar o potencial para um maior uso da tecnologia para iniciativas de transparência e accountability de pelo menos quatro maneiras:
9আমরা যে প্রকল্পের উপর কাজ করেছি তার বেশিরভাগই সরকারের নির্বাহী অথবা বিধানিক শাখার উপর।A maior parte dos projetos estudados tinham como foco os poderes executivo ou legislativo do governo.
10অল্প সংখ্যক প্রকল্প বিচারিক শাখা, গণমাধ্যম, বেসরকারি খাত ও দাতাদের উপর আলোকপাত করেছে।Um número mais reduzido de projetos se concentraram no judiciário, na imprensa, no setor privado e patrocinadores.
11প্রায় অর্ধেক প্রকল্প নির্বাচন পর্যবেক্ষণের উপর আলোকপাত করছে।Quase metade dos projetos tinha como foco o monitoramento de eleições.
12যদিও অনেকেই এক্ষেত্রে উশাহিদি ব্যবহার করছে, অনেকে নিজেরা নিজেদের উপায়ে অগ্রসর হয়েছে যেমন অনেকে বিভিন্ন সুত্র হতে প্রাপ্ত নির্বাচন বিষয়ক খবরের সমষ্টি একটি সাইটে প্রবেশ করিয়েছে এবং গুগল ম্যাপস এ নির্বাচন নিয়ে সরকারী প্রতিবেদনগুলি চিহ্নিত করছে।Enquanto muitos destes usaram a plataforma Ushahidi, e desenvolveram uma abordagem própria, incluíndo agregadores de notícias sobre as eleições a partir de várias fontes diferentes em um único site, e o rastreamento de relatos de monitores eleitorais no Google Maps.
13একাধিক প্রকল্প বিভিন্ন অঞ্চলের আইনসভার স্বচ্ছতা উপর আলোকপাত করেছে।
14এক্ষেত্রে তারা প্রত্যেক প্রতিনিধির বিধানিক বিল অনুসরণ করেছে এবং প্রত্যেক প্রতিনিধির পরিলেখ বানিয়েছে যেখানে তাদের জীবনবৃত্তান্ত ও ভোটের নথি যোগ করেছে।Projetos em várias regiões com foco na transparência do Legislativo muitas vezes publicam projetos de lei e perfis de cada parlamentar, incluindo biografias e registros de votação.
15অনেকে রাজনৈতিক দলগুলিরও পরিলেখ তৈরি অথবা বিধানিক খরচের নথি তৈরি করেছে।Alguns incluem também perfis dos partidos políticos ou registros de gastos legislativos.
16আমরা অর্ধেকেরও বেশি যে প্রকল্পগুলি নথিভুক্ত করেছি তার মূল বৈশিষ্ট্য হচ্ছে ডাটা ভিজ্যুয়ালাইজেশন ও নেভিগেশন যন্ত্র, এছাড়াও নাগরিকদের কাছ থেকে তথ্য সংগ্রহের বিভিন্ন উপায়।Ferramentas de visualização e navegação de dados são um elemento-chave em mais da metade dos projetos documentados, assim como vários métodos de coleta de dados da parte dos próprios cidadãos.
17প্রায় এক-তৃতীয়াংশ প্রকল্প বাস্তবায়নে কোনও না কোনোভাবে মুঠোফোনের ব্যবহার হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই তা টেক্সট মেসেজিং সুবিধা ব্যবহার করে নাগরিকদের তথ্য প্রদান বা তথ্য গ্রহণের মাধ্যমে।Cerca de um terço dos projetos usam telefones celulares em algum momento, mais comumente, permitindo que os cidadãos enviem ou recebam informações por meio de mensagens de texto.
18স্বচ্ছ নেটওয়ার্কের জন্য প্রযুক্তি ওয়েবসাইট খোলা থাকবে এমন একটি সাইট হিসেবে যেখানে আমরা প্রকল্প, যন্ত্রপাতি ও নতুন ধারণা সকলের সাথে ভাগ করতে পারবো, সফল উদ্যোগগুলোর আসর হিসেবে ব্যবহার করতে পারবো এবং যারা অন্যের কাজ দেখে শিখতে চায় তাদের উপকার করতে পারবো।O site do Technology for Transparency Network continuará disponível como um espaço de compartilhamento de projetos, ferramentas, ideias, como um ponto de encontro para iniciativas bem-sucedidas e para aqueles que deseham conhecer o trabalho feito por outras pessoas.
19আপনি আমাদের মেইলিং লিস্টের গ্রাহক করতে পারেন, অনলাইনে গ্লোবাল ভয়েসেস এর বিশেষ প্রবন্ধ পড়তে পারেন কিংবা অবদান রাখতে পারেন। এবং আমাদেরকে টুইটারে ফলো করতে পারেন (@টেকট্রান্সপারেন্ট) এবং ফেসবুকে লাইক করতে পারেন।É possível fazer o cadastro em nossa lista de discussão, ler ou contribuir com artigos especializados no Global Voices Online, seguir o projeto no Twitter (@techtransparent) e Facebook.
20এ ক্ষেত্রটি কেবল উদিত হওয়া শুরু হয়েছে, এবং আমরা সহযোগিতা ও সীমান্ত পেরিয়ে যোগাযোগের মাধ্যমে এ বৈশ্বিক প্রচেষ্টাকে সযত্নে লালন করতে চাই।Esta é uma área emergente e esperamos ter a oportunidade de ajudar a consolidar esforços em todo o mundo, por meio de colaboração e comunicação para além de fronteiras.