# | ben | por |
---|
1 | চুপ! …গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০০৮ শুরু হয়েছে | Shhh… O Encontro Global Voices de Mídia Cidadã 2008 Já Começou |
2 | যদি গ্লোবাল ভয়েসেস সাইটে কয়েকদিন ধরে কম লেখা প্রকাশ হয়ে থাকে তাহলে ঘাবড়াবেন না। কারন প্রায় ৮০ জন লেখক, সম্পাদক ও অনুবাদক-ব্লগারকে আমরা হাঙ্গেরীর বুদাপেস্টে নিয়ে এসেছি অনলাইনে বাক স্বাধীনতা, সিটিজেন মিডিয়া এবং ভবিষ্যতে গ্লোবাল ভয়েসেসের ভূমিকা কি হবে তা আলোচনা করতে। | Se estiver muito quieto aqui no Global Voices nos próximos dias, é porque nós trouxemos por volta de 80 de nossos editores, autores e tradutores para Budapeste, Hungria, para um encontro internacional sobre a liberdade de expressão na rede, mídia cidadã, e o papel do Global Voices no ano que vem. |
3 | আপনারা আমাদের সারাদিনের কর্মসূচী দুর থেকেই দেখতে পাবেন সরাসরি সম্প্রচারিত ওয়েবকাস্ট, লাইভব্লগ, টুইটার এবং ছবির মাধ্যমে। | Você pode nos acompanhar ao longo do dia através do webcast, do liveblog, do Twitter e das fotos. |
4 | আমাদের সামিট ওয়েবসাইটে আরও বিস্তারিত রয়েছে। | Veja como, no website do Global Voices Summit 2008. |
5 | অনেক গ্লোবাল ভয়েসেসের ব্লগারই সারা বছর ধরে অনলাইনে একসাথে কাজ করলেও এই প্রথম মুখোমুখী হচ্ছে। | Muitos dos blogueiros do Global Voices que trabalharam juntos virtualmente por mais de um ano estão agora se encontrando face a face pela primeira vez. |
6 | এই মিটিংয়ে সারা বিশ্বের সমস্ত মহাদেশ থেকে প্রায় ২০০ জন অংশগ্রহণ করছেন। | Trata-se de um encontro aberto ao público que atraiu cerca de 200 participantes de vários continentes, incluindo mais de duas dúzias de jornalistas de grandes meios de comunicação. |
7 | এর সাথে প্রচার মাধ্যমের ১২ জন সাংবাদিকও রয়েছে। | Obrigado a todos que estão aqui em Budapest, ou nos acompanhando de longe. |
8 | যারা বুদাপেস্টে অথবা বিশ্বের অন্য কোন স্থান থেকে আমাদের সাথে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। | Uma foto da conferência tirada no final do primeiro dia de reuniões. Por Neha Viswanathan |