Sentence alignment for gv-ben-20141024-45309.xml (html) - gv-por-20141025-54948.xml (html)

#benpor
1জলবায়ু পরিবর্তনের প্রতিবাদে প্যাসিফিক অঞ্চলের দ্বীপবাসীরা অস্ট্রেলিয়ার বন্দরে কয়লার জাহাজ অবরোধ করেছেHabitantes de ilhas do Pacífico bloqueiam navios cargueiros de carvão em porto australiano para protestar contra as mudanças climáticas
2ছবিতে দেখা যাচ্ছে, নিউক্যাসল বন্দরে প্যাসিফিক অঞ্চলের দ্বীপগুলোর ১২টি সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত হয়েছেন।Cena no porto de Newcastle, onde representantes de 12 nações das ilhas do Pacífico vieram para alertar sobre a mudança climática, bloqueando os movimentos dos navios cargueiros de carvão.
3তারা এখানে এসে কয়লার জাহাজ অবরোধের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরির কাজ করছেন।
4৩৫০. অর্গ প্রতিষ্ঠানের জন্য ছবি তুলেছেন ডিন সিওয়েল/ওকুলি।Fotografia de Dean Sewell/Oculi para a 350.org.
5শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪।Sexta, 17 de outubro de 2014.
6অ্যারন প্যাকার বৈশ্বিক জলবায়ু আন্দোলন বিষয়ক সংগঠন ৩৫০. অর্গ-এর জন্য এই প্রতিবেদনটি লিখেছেন।Esta matéria contém links que levam a outras páginas, inclusive em outros idiomas, caso você queira se aprofundar no assunto.
7কনটেন্ট শেয়ারিং চুক্তির আওতায় গ্লোবাল ভয়েসেস-এ প্রতিবেদনটি পুনর্প্রকাশ করা হলো। বিশাল বিশাল কয়লাবাহী জাহাজগুলো অস্ট্রেলিয়ার নিউক্যাস্ট্রল বন্দরে নোঙর করে আছে।Este artigo foi escrito por Aaron Packard para a 350.org, uma organização que forma um movimento mundial pelo clima, sendo republicado no Global Voices como parte de um acordo de compartilhamento de conteúdo.
8তবে সেগুলো যেন সেখান থেকে আর কোথাও যেতে না পারে, সেজন্য অবরোধ করতে কাঠের নৌকা চালিয়ে সেখানে গেছে ৩৫০.Em 17 de outubro, os guerreiros do Pacífico contra a mudança climática da organização 350.org adentraram o porto de Newcastle remando, seguidos por centenas de australianos, e confrontaram os gigantescos navios cargueiros de carvão.
9অর্গের জলবায়ু সৈনিকরা।Uma verdadeira cena de David contra Golias.
10আর তাদের সাথে যোগ দিয়েছে অস্ট্রেলিয়ার আরো শ'খানেক মানুষ।Numa demonstração de coragem, esses guerreiros enfrentarem a indústria de combustível fóssil, que ameaça o meio ambiente onde vivem.
11ইয়া বড়ো জাহাজগুলোর পাশে ক্ষুদ্র ক্ষুদ্র নৌকা দেখে যে কারো ডেভিড বনাম গোলিয়াথের কথা মনে পড়বে। শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪-এ ঘটনাটি ঘটে।Usando canoas tradicionais talhadas manualmente, juntamente com dezenas de australianos em caiaques, eles conseguiram impedir que dez navios programados para atracar entrassem no porto de carvão de Newcastle.
12জলবায়ু সৈনিকদের কাণ্ড দেখে সবাই তো অবাক। কারো কারো প্রশ্ন, এই সাহস তারা কই থেকে পেল!Mais importante ainda, os guerreiros se mantiveram altivos e a mensagem deles foi ouvida alta e clara: eles não estão se afogando, estão lutando.
13আসলে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি শিল্প তাদের বসতবাড়ি হুমকির মুখে ফেলে দিয়েছে।Enquanto os guerreiros continuam a sua jornada, ajude-nos a contar a história corajosa deles - compartilhe-a com os seus amigos.
14বসতবাড়ি রক্ষায় তারা এমন প্রতিবাদে নেমেছেন।Eles continuarão lutando, mas eles não podem fazê-lo sozinhos.
15হাতে তৈরি ক্যানু, ডজনখানেক অস্ট্রেলিয়ান কায়াকের মাধ্যমে বন্দরে অবরোধ করে তারা গন্তব্যে রওনা দেয়ার তালিকায় থাকা ১০টি জাহাজকে প্রতিরোধ করেছিলেন।
16তাদের পরিষ্কার বার্তা ছিল: আমরা ডুবে মরবো না, যুদ্ধ করবো।
17জলবায়ু সৈনিকরা এখানেই থামবেন না।Confira as imagens do que aconteceu:
18তারা তাদের প্রতিবাদী কার্যক্রম অব্যাহত রাখবেন। তারা তাদের এই সাহসী লড়াইয়ের গল্প আপনার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেয়ার অনুরোধ করেছেন।A foto mostra cenas do Porto de Newcastle, onde representantes de 12 nações das ilhas do Pacífico vieram para alertar sobre a mudança climática, bloqueando os movimentos dos navios cargueiros de carvão.
19তারা তাদের লড়াই চালিয়ে যেতে চান।Fotografia de Jeff Tan para a 350.org.
20তবে তারা একা লড়াই করে কোনো ফল-ই আনতে পারবেন না।Sexta, 17 de outubro de 2014.
21এখানে দেখুন সেদিনের ঘটনাপঞ্জি: ছবিতে দেখা যাচ্ছে, নিউক্যাসল বন্দরে প্যাসিফিক অঞ্চলের দ্বীপগুলোর ১২টি সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত হয়েছেন।A foto mostra cenas do Porto de Newcastle, onde representantes de 12 nações das ilhas do Pacífico vieram para alertar sobre a mudança climática, bloqueando os movimentos dos navios cargueiros de carvão.
22তারা এখানে এসে কয়লার জাহাজ অবরোধের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরির কাজ করছেন।
23৩৫০. অর্গ প্রতিষ্ঠানের জন্য ছবি তুলেছেন জেফ ট্যান।Foto de Dean Sewell/Oculi para a 350.org.
24শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪।Sexta, 17 de outubro de 2014.