Sentence alignment for gv-ben-20081021-1337.xml (html) - gv-por-20081021-1405.xml (html)

#benpor
1কাজাখস্তান: লাইভজার্নাল বন্ধCazaquistão: LiveJournal Bloqueado
2গত ৭ই অক্টোবর থেকে কাজাখস্তানী ইন্টারনেট ব্যবহারকারীরা জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক লাইভজার্নালে প্রবেশ করতে পারছেন না।No dia 7 de outubro, os usuários cazaques do LiveJournal se descobriram incapazes de acessar a popular rede social LiveJournal.
3এই ওয়েবসাইটটি সোভিয়েত পরবর্তী রুশভাষী অঞ্চলসমুহে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।Este website é a mais popular plataforma de blogagem das comunidades russófonas da região da antiga União Soviética.
4প্রতিবেশী কিরগিজস্তানী ব্লগাররাও বঞ্চিত হচ্ছেন বিশেষত: যাদের আইএসপি কাজাক টেলিকম থেকে সুবিধা গ্রহণ করে থাকে যা রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত কাজাখস্তানের একমাত্র টেলিকম।Blogueiros do vizinho Quirguistão também foram bloqueados - particularmente aqueles cujos provedores de acesso usam os serviços da KazakhTelecom, a empresa estatal que mantém o monopólio das telecomunicações no Cazaquistão.
5এক সপ্তাহের বেশী সময় নিশ্চুপ থেকে কাজাক টেলিকম বিগত ১৫ই অক্টোবর ইন্টারনেটের কোন বিষয়বস্তু ফিল্টার করা (বিশোধনে) জড়িত থাকার কথা প্রকাশ্যে অস্বীকার [রুশ ভাষায়] করেছে।Funcionários da Kazakhtelecom mantiveram silêncio sobre o assunto por mais de uma semana, e só no dia 15 de outubro negaram [Ru] publicamente qualquer envolvimento na filtragem do conteúdo.
6অবশ্য কাজাখস্তান লাইভজার্নালে কয়েকটা স্বাধীন প্রোভাইডার যেমন টুডে টেলিকম এবং ডুকাটের মাধ্যমে প্রবেশ করা যায়।Ao mesmo tempo, o LiveJournal ainda é acessível no Cazaquistão apenas através dos vários provedores independentes de acesso, como 2Day Telecom e Ducat.
7অপ্রতিরোধ্য ইউজারদের অধিকাংশ এখন অগতানুগতিক বাইপাস পদ্ধতি অবলম্বন করতে বাধ্য হচ্ছে লাইভজার্নালে ঢুকতে এবং ব্লগিং চালাতে - এই পদ্ধতিগুলোর মধ্যে “মিরর”, “মিলজ ডট রু” এবং বেশ কিছু অনলাইন এনোনিমাইজার্স রয়েছে।A grande maioria dos usuários, contudo, está sendo forçada a usar métodos não convencionais de circunvenção de bloqueios para acessar o serviço do LiveJournal e continuar blogando - entre eles o serviço de espelhamento (mirroring) do LJ, mylj.ru, e um punhado de anonimizadores online.
8কেউ কেউ ব্যবহার করছে “টর”।Alguns deles estão usando Tor.
9ব্যবহারকারীদের মধ্যে বেশ কিছু সাংবাদিক থাকায় তারা সমস্যাটিক প্রচার মাধ্যমে তুলে ধরতে পেরেছে।Os usuários - entre eles muitos jornalistas - conseguiram chamar alguma atenção da mídia para o problema.
10রয়টার এবং রাশিয়ার প্রধান কিছু সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়েছে।A Reuters e algumas agências de notícias grandes da Rússia relataram o acontecido.
11ব্লগাররা প্রস্তুতি নিয়েছে এর বিরুদ্ধে কিছু করার জন্য এবং লাইভজার্নাল পরিচালনাকারী মস্কো ভিত্তিক কোম্পানী এসইউপি কর্তৃপক্ষের কাছে খোলা চিঠি প্রেরণ করেছে।Alguns blogueiros prepararam e enviaram uma carta aberta à diretoria da SUP, a empresa baseada em Moscou que é dona do LiveJournal.
12বন্ধ করার সম্ভাব্য সব কারণের মধ্যে একটা হতে পারে প্রযুক্তিগত সমস্যা; কিন্তু তা সাধারণত এত দীর্ঘ সময়ের জন্য থাকে না।Entre as possíveis razões para o bloqueio estão prováveis problemas técnicos. Contudo, problemas puramente tecnicos não costumam durar por tanto tempo.
13প্রধান গুজব হচ্ছে রাজনৈতিক কারণ - প্রাক্তন রাষ্ট্রপতির জামাতা, মিডিয়া টাইকুন এবং গোয়েন্দা সংস্থার হোতা রাখাত আলিয়েভ এর ডায়েরী ও ব্লগিং বন্ধ করা।Os principais rumores a respeito de um motivo político para o bloqueio falam sobre o blogue-diário de Rakhat Aliyev [En], ex-genro do presidente, empresário de mídia e chefe dos serviços especiais.
14মানুষ জন তার বিরুদ্ধে নানা অবৈধ কার্যকলাপের জন্য বারবার অভিযোগ উত্থাপন করেছিল কিন্তু গত বছর পর্যন্ত সুকৌশলে সে সব শাস্তি এড়াতে সক্ষম হয়।Ele vem sendo repetidamente acusado pelo público de vários atos maliciosos, mas veio escapando de qualquer punição até o ano passado, quando ele eventualmente foi acusado de preparar um golpe, sequestro e extorsão, e foi sentenciado a 40 anos de prisão.
15তবে একটা অভ্যুত্থানের প্রস্তুতি, লোকজনকে অপহরণ, অপরাধ সংঘঠনের দায়ে গত বছর চল্লিশ বছরের জেল সাজা প্রাপ্ত হলে অস্ট্রিয়ার ভিয়েনাতে পালিয়ে যান এবং বিক্ষিপ্তভাবে ইন্টার‌নেটে ক্ষমতাসীন জোটের মানহানীকর নানা বিষয় প্রকাশ করতে থাকেন।Ele então fugiu para Vienna, na Áustria, e esporadicamente usa a internet para publicar material difamatório sobre a elite governante do Cazaquistão.
16যদিও প্রধান ওয়েবসাইট যেটা দিয়ে নিবন্ধগুলো তার লাইভ জার্নালে পুন:প্রকাশিত হতো সেটাকে ফিল্টার (বিশোধন) করা হয় নাই।Contudo, o website base, de onde os artigos em seu LiveJournal estão sendo publicados, não está sendo filtrado.