# | ben | por |
---|
1 | নারীদের গাড়ি চালানো সমর্থন করায় সৌদি আরবীয় লেখক গ্রেপ্তার | Arábia Saudita prende um escritor por defender as mulheres motoristas |
2 | তারিক আল মুবারক - একজন সৌদি লেখক যিনি তাঁর দেশে নারীদের গাড়ি চালানোয় সমর্থন দেবার জন্য গ্রেপ্তার হন। | Tariq Al Mubarak - preso um escritor saudita por defender as mulheres que dirigem em seu país. |
3 | ছবিঃ ইমান আল নাজফান @সৌদিনারী | Créditos da fotografia: Eman Al Najfan @Saudiwoman |
4 | সৌদি সাংবাদিক এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তারিক আল মুবারাককে গ্রেপ্তার করা হয়েছে। | [Todos os links conduzem a sites em inglês, exceto quando indicado o contrário] |
5 | গোঁরা রাজতন্ত্রে নারীদের গাড়ি চালানোর সমর্থনে চালানো প্রচারাভিযানকে সমর্থন করায় তাঁকে গ্রেপ্তার করা হয়। | Tariq Al Mubarak, jornalista e professor de ensino médio saudita, foi preso [pt] - por apoiar uma campanha para permitir que as mulheres dirijam naquela monarquia absoluta. |
6 | নারীদের গাড়ি চালাতে উৎসাহিত করতে এই সক্রিয় কর্মী গত ২৬ অক্টোবর তারিখে একটি ছবি এঁকেছেন, যার মাধ্যমে গাড়ি চালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন। | As ativistas programaram o 26 de outubro para desafiarem a proibição de dirigir imposta às mulheres e encorajá-las a tomarem o volante. |
7 | রিপোর্ট অনুযায়ী, নারীরা যেন গাড়ি চালাতে না পারে তা নিশ্চিত করতে সারা দেশ জুড়ে রাস্তায় পুলিশ চেকপয়েন্ট স্থাপন করা হয়। | De acordo com as informações, os postos policiais da Arábia Saudita se organizaram nas ruas para garantir que todos os motoristas fossem homens. |
8 | নারীদের গাড়ি চালনার ওপর নিষেধাজ্ঞাকে দীর্ঘদিন ধরে সৌদি আরবের সামাজিক এবং প্রথাগত রীতিনীতির নিজস্বতাকে দায়ী করা হচ্ছিল। | Durante muito tempo, a proibição das mulheres dirigirem foi atribuída aos costumes sociais e tradicionais do país. |
9 | ২৬ অক্টোবরের পর এবং যেসব নারীরা গাড়ি চালানোর চেষ্টা করেছে তাঁদেরকে শাস্তি প্রদানের পর এটা আরো স্পষ্ট হয়েছে যে, নিষেধাজ্ঞা আরোপের কাজে সরকারের হাত রয়েছে। | Depois deste dia, mais a prisão das mulheres que pretenderam dirigir, a influência do governo tornou-se mais evidente neste caso. |
10 | কোন সীমানার তোয়াক্কা না করে রিপোর্টাররা আল মুবারাকের দ্রুত এবং নিঃশর্ত মুক্তি চেয়েছেন। | A organização Repórteres sem Fronteiras exigiu a liberdade imediata e incondicional para Al Mubarak. |
11 | তাঁকে ২৭ অক্টোবর থেকে অপরাধী তদন্ত বিভাগে রাখা হয়েছে। তাঁর লেখা কলামে তিনি তাঁর দেশে নারী চালকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার সমালোচনা করেছিলেন। | Ele está preso no Departamento de Investigação Criminal desde o dia 27 de outubro, por supostamente escrever artigos criticando a proibição saudita para as mulheres motoristas. |
12 | #أطلقوا_طارق_المبارك [আরবি] নামে একটি হ্যাশট্যাগ টুইটারে ব্যাপক সমর্থন পাচ্ছে। হ্যাশট্যাগটির বাংলা অর্থ হচ্ছে তারিক আল মুবারাককে মুক্তি দাও। | No Twitter, a hashtag #أطلقوا_طارق_المبارك [ar], que traduzindo é “Libertação para Tariq Al Mubarak”, tem recebido apoio. |
13 | মুবারাকের মুক্তির জন্য সৌদি ব্লগার তামাদোর আল ইয়ামি পাঠকদের অনলাইনে একটি আবেদন জানাতে বলেছেনঃ& | A blogger saudita Tamador Al Yami pede aos leitores que assinem a petição para a libertação do escritor: |
14 | #উইম্যান২ড্রাইভ কে সমর্থন করায় একজন সাংবাদিক এবং শিক্ষককে শাস্তি দেয়া হয়েছে। | Um jornalista e professor foi detido por apoiar #women2drive https://t.co/JwG5XtQspI #LiberdadeTariqAlmubarak #أطلقوا_طارق_المبارك |
15 | তিনি আরো [আরবি] বলেছেনঃ | Ela acrescenta [ar]: |
16 | তিনি কোন আইন ভঙ্গ করেননি। | Ele não violou nenhuma lei. |
17 | তিনি গভর্নরের আদালতের সামনে প্রতিবাদ জানাননি বা কোন ব্যক্তিগত সাহায্য চাননি। | Ele não protestou na frente do Palácio do Governo nem pediu favores pessoais. |
18 | একটি সামাজিক বিষয়ে তিনি শুধুমাত্র তাঁর মতামত প্রকাশ করেছেন। | Ele só expressou sua opinião sobre uma questão social. |
19 | যা ঘটছে, তা কি মেনে নেয়া সম্ভব? ইবতিসাম বলেছেনঃ | É possível compreender o que está acontecendo? |
20 | তারিক আল মুবারাককে মুক্তি দিন। | Ebtisam diz [ar]: |
21 | কারন তিনি আমাদের অধিকার দাবি করেছেন এবং এই কারনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। | Liberdade para Tariq Al Mubarak porque ele reivindicou nossos direitos e foi preso por isto. |
22 | এবার তাঁর পক্ষে দাবি জানানোর পালা আমাদের। | É a nossa vez de exigir por ele. |
23 | ডাঃ ওয়ালিদ আলমাজিদ লক্ষ্য করেছেনঃ | Dr Waleed AlMajed escreve [ar]: |
24 | তারিক আল মুবারাককে মুক্তি দিন। তাঁকে এমন একটি ইস্যুতে গ্রেপ্তার করা হয়েছে, যেটিকে সরকার কোন রাজনৈতিক ইস্যু নয়, বরং সামাজিক ইস্যু বলে আখ্যায়িত করেছে। | Liberdade para Tariq Al Mubarak, que foi preso por uma questão que o governo disse ser social e não política. |
25 | এবং মাদেহা আল আজরুশ প্রশ্ন করেছেনঃ | E Madeha Al Ajroush pergunta: |
26 | তারিককে শাস্তি দেয়া কি এটাই বোঝায় যে, প্রগতিশীল চিন্তা ভাবনাকে কেউ সমর্থন করতে পারবেনা। | Prender Tariq significa que alguém não pode fazer parte de um pensamento progressista? |
27 | #أطلقوا_طارق_المبارك#ফ্রিতারিকআলমুবারাক | #أطلقوا_طارق_المبارك #LiberdadeTariqAlMubarak |
28 | আবু ৩আসাম পরিশেষে বলেছেনঃ | Abo 3asam conclui [ar]: |
29 | এদেশের কারাগার অনেকটা ফুসফুসের মতোঃ তাঁরা বিশুদ্ধ অক্সিজেনকে কারাগারে ভরে এবং বিপদজনক কার্বন ডাই-অক্সাইডকে মুক্ত করে। | As prisões deste país são como pulmões: elas retêm o oxigênio limpo e liberam o gás carbônico prejudicial. |
30 | আরএসএফের প্রেসের স্বাধীনতার ইনডেক্স অনুযায়ী, ১৭৯ টি দেশের মধ্যে সৌদি আরব ১৬৩ তম অবস্থানে রয়েছে। | Conforme notícias da RSF sobre o índice de liberdade, a Arábia Saudita está na 163º posição entre 179 países. |