Sentence alignment for gv-ben-20090601-3269.xml (html) - gv-por-20090601-3132.xml (html)

#benpor
1ইরান: খাতামি ব্লগারদের প্রশ্নের উত্তর দিলেনIrã: Khatami responde perguntas de blogueiros
2গত রবিবার ভূতপুর্ব সংস্কারপন্থী ইরানী প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতামি, যিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মির হুসেন মুসাভির প্রার্থীতা সমর্থন করছেন, একটা ইন্টারনেট টিভি অনুষ্ঠানে অংশগ্রহন করেন যা মোউজ৪ নামে সংস্কারপন্থীরা শুরু করেছেন।No domingo, Mohamad Khatami, o antigo presidente reformista iraniano, que está apoiando a candidatura de Mir Hussein Mousavi às eleições presidenciais iranianas, participou de um programa para a TV da internet lançado por reformistas chamados Mowj4.
3ইন্টারনেট থেকে যাদের প্রশ্নের উত্তর দেন খাতামি তাদের মধ্যে ছিল ব্লগার, ফেসবুকের আর টুইটারের সদস্য।Khatami respondeu perguntas da internet, vindas de blogueiros, membros do FaceBook e do Twitter.
4তিনি বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দেন যেমন নির্বাচন, বৈদেশিক নীতি আর ইন্টারনেট।Ele respondeu questões de assuntos variados, sobre as eleições, política internacional, e da internet.
5খাতামি আরো বলেছেন যে প্রতিদিন তিনি অন্তত এক ঘন্টা সময় ব্যায় করেন ব্লগ আর ওয়েবসাইট পড়ে।Khatami também disse que gasta pelo menos uma hora por dia lendo blogs e websites.
6তিনি আরো বলেছেন যে যদিও তিনি নিজে ব্লগার না তারপরেও তিনি ব্লগ পছন্দ করেন।Também disse que, mesmo não sendo propriamente um blogueiro, adora blogs.
7এই অনুষ্ঠান ব্লগারররা আয়োজন করেন আর বেশীর ভাগ প্রশ্ন পড়ে শোনান দুইজন ইরানী ব্লগার, হানিফ মাঞ্জোরি আর সোমায়েহ তোহিদলো।Este evento foi organizado por blogueiros e a maioria das perguntas foi lida por dois blogueiros iranianos, Hanif Manzori e Somayeh Tohidloo.
8ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের প্রশ্ন জমা দেয়ার জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করেন যেমন টুইটার, ফেসবুক, ইমেইল আর ইয়াহু মেসেঞ্জার।Usuários da internet tiraram proveito de diferentes ferramentes, tais como o Twitter, FaceBook, email e Yahoo! Messenger para enviar as perguntas.
9ফ্রেন্ডফিডের মাধ্যমে আমরা খাতামির সাক্ষাতকার সম্পর্কে প্রতিক্রিয়াও জানতে পারি।Também podemos ler as reações da entrevista de Khatami via FriendFeed.
10ফ্রেন্ডফিডে আমরা আরো দেখতে পারি যে খাতামি বলছেন যে আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন নিষিদ্ধ হতে পারেনা, আর বিদেশের সাথে ইরানের সম্পর্ক মুসাভি প্রেসিডেন্ট হলে ভিন্ন ধরনের হবে আর আরো বিষয়নিষ্ঠ হবে এখনকার থেকে।Pelo FriendFeed também podemos ver que Khatami diz que estabelecer uma relação diplomática com os EUA não deveria ser um tabu, e as aproximações internacionais iranianas, com Mousavi presidente, seriam diferentes e mais racionais do que são hoje.
11খাতামি আরো জানান যে ইন্টারনেটের অগ্রযাত্রা থামানো যাবে না, আর এটা সরকারের দায়িত্ব জনগণকে যথাযথ সার্ভিস দেয়া।Khatami também citou que é impossível deter a internet, e que é da responsabilidade do governo prover o serviço apropriado para a população.