# | ben | por |
---|
1 | ব্রাজিল: একটা ‘ডিজিটাল ব্যাপটিজম’ এর মাধ্যমে ওয়েবকে পরিচিত করা | Brasil: Introdução à Internet no Batismo Digital |
2 | একটি ‘ডিজিটাল ব্যাপটিজম (দীক্ষা)' ব্রাজিলের মিনাস গেরিয়াস প্রদেশের রাজধানী বেলো হোরিজোন্টেকে ডিজিটাল যুগে পদার্পন করিয়েছে। | |
3 | এই শনিবারে (৭ই মার্চ, ২০০৯) স্থানীয় সরকার, পাবলিক মিনিষ্ট্রি আর ল্যান হাউস এসোশিয়েশনের সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানের লক্ষ্য ছিল ডিজিটাল অর্ন্ত্ভুক্তির প্রচারণা আর অনলাইন উদ্যোগের প্রসার। | |
4 | বেলো হোরিজোন্টেতে এই প্রথমবার ‘ডিজিটাল ব্যাপটিজম' ঘটেছে, যদিও এই অনুষ্ঠান ছড়ানো ছিটানো ভাবে সাও পাওলো আর রিও দে জেনেইরোতে ২০০৫ সাল থেকেই হচ্ছে। | |
5 | রাজধানীর একটা স্কোয়ারে একটা তাঁবুর নীচে ৫০টা কম্পিউটার ওয়েবের সাথে যুক্ত ছিল আর দিনভর ১০০ জন সাহায্যকারী এলাকার সকল বয়সী মানুষকে সাহায্য করেছে অনলাইনের খুঁটিনাটি জানতে। | |
6 | প্রধান দুই ধরনের কর্মশালা ছিল: ডিজিটাল ব্যাপটিজম ১. | Um “Batismo Digital” trouxe a inclusão digital a Belo Horizonte, capital de Minas Gerais. |
7 | ০ - সেসব লোকের জন্য যাদের কখনো সুযোগ হয়নি কম্পিউটার চালিয়ে সাধারণ ব্যবহার শিখে প্রথমবারের মতো ইন্টারনেট দেখার। | |
8 | আর ডিজিটাল ব্যাপটিজম ২. ০ - আরো অগ্রগামী ব্যবহারকারীদের জন্য যারা বিশ্বব্যাপী ওয়েবে আরো গভীরভাবে ডুব দিতে চায় আর নতুন নতুন প্রযুক্তি দেখতে চায় পরীক্ষা করে। | O evento desse sábado, organizado por meio de uma parceria entre o Governo, o Ministério Público e a Associação de Lan House locais, teve como objetivo promover a inclusão digital e incentivar o empreendimento online. |
9 | ফাবিও সান্তোস টুইটারে জানিয়েছেন: ৪৪ বছরের হ্যারল্ডো তার ৯ আর ১২ বছরের দুই ছেলেকে সঙ্গে করে এনেছেন আজকে ডিজিটাল ব্যাপটিজম কর্মশালায়। | Essa foi a primeira vez que o Batismo Digital aconteceu em Belo Horizonte, embora o evento já aconteça esporadicamente em São Paulo e no Rio de Janeiro desde 2005. |
10 | তিনি তার বাচ্চাদের অনলাইন নিরাপত্তা নিয়ে চিন্তিত। টুইটার ব্যবহারকারী @ফাবিওসান আমাদের ৬৭ বছরের বৃদ্ধার কথা বলেছেন যিনি আগে কখনো কম্পিউটার ব্যবহার করেননি। | Sob uma grande tenda em uma das praças da capital mineira, 50 computadores conectados à internet e 100 facilitadores ajudaram, durante todo o dia, as pessoas que compareceram a escalar os degraus do mundo online. |
11 | এই বৃদ্ধা সিদ্ধান্ত নেন ডিজিটাল দীক্ষাতে অংশ নেয়ার যাতে তিনি অন্য প্রদেশে থাকা তার বোনদের (ইতিমধ্যেই যোগাযোগ আছে) সাথে যোগাযোগের নতুন পথ পেতে পারেন: মিস ইগ্নেস রিওতে থাকা তার বোনদের সাথে সব সময় ফোনে কথা বলতে পারেননা। | Foram dois os tipos principais de oficina: o Batismo Digital 1.0, para aqueles que nunca tiveram a oportunidade de operar um computador aprender o básico e sufar na internet pela primeira vez, e o Batismo Digital 2.0, para usuários mais experientes que querem mergulhar mais fundo na rede e conhecer novas ferramentas. |
12 | “এখন আমি কথোপকথনে যোগ দিতে পারি।” | Fábio Santos relata no Twitter: |
13 | বলছেন তিনি কারন তাকে দীক্ষা দেয়া হয়েছে। এই পোস্ট অনুষ্ঠানের ব্লগ থেকে নতুন ‘দীক্ষা' পাওয়া ব্যবহারকারীদের বয়স অনুযায়ী ভাগ দেখিয়েছে। | O usuário do Twitter @fabiosan também nos conta a história de uma senhora de 67 anos que nunca tinha usado um computador e decidiu participar do Batismo Digital para aprender novas formas de se comunicar com suas duas irmãs já conectadas, que moram em outro estado: |
14 | প্রথম ছবিটি ফ্লিকার ব্যবহারকারী পিভিল্লার: | Essa postagem do blogue do evento constrasta os recém “batisados” por idade. |
15 | সব বয়সের মানুষ এখানে! | A primeira imagem é do usuário do Flickr pvilla: |
16 | এই পোস্ট পরিচিত করছে বেলো হোরিজোন্টের নতুন টুইটার ব্যবহারকারীদেরকে: | Todas as idades passam por aqui! Essa outra entrada apresenta os mais novos usuários do Twitter de Belo Horizonte: |
17 | সাহায্যকারী রোজালভেসের সাহায্য নিয়ে, নতুনেরা টুইটার ব্যবহার করা শেখে! | Com auxílio do Rosalves, os novos agentes aprenderam a usar o Twitter! |
18 | নীচে ইকুইপতেইএমজি এর পোস্ট করা অনুষ্ঠানের একটা ভিডিও দেখা যাবে। | Abaixo, um vídeo publicado no YouTube por equipeteiamg. |
19 | আরো কিছু ভিডিও দেখা যাবে অনুষ্ঠানের সমন্বয়কারীদের মাধ্যমে: | Mais vídeos podem ser acessados através do agregador do evento. |
20 | অনুষ্ঠানটি লাইভ ব্লগ করা হয় আর ভিডিও স্ট্রিম করা হয় একটা ওয়েবসাইটের মাধ্যমে যারা টুইটার, ফ্লিকার, ইউটিউব আর ব্লগের অন্যান্যদের কাছ থেকে প্রতিক্রিয়া জোগাড় করেছিল হ্যাশট্যাগ #bdigitalmg এর মাধ্যমে। | O Batismo Digital foi blogado ao vivo e transmitido de várias formas por meio de um site que coletou todas as reações no Twitter, Flickr, YouTube e blogues, dentre outros, que tivessem a tag #bdigitalmg. |