Sentence alignment for gv-ben-20130224-35255.xml (html) - gv-por-20130208-40307.xml (html)

#benpor
1ভাসমান আলোকচিত্রে সিঙ্গাপুরLevitando em Cingapura
2জেডেন তান এবং জেফ চেয়ং সিঙ্গাপুর জুড়ে ‘ভেসে বেড়িয়েছেন' আর ছাত্র-ছাত্রীদের শিখিয়েছেন ভাসমান আলোকচিত্রের গোপন কলা-কৌশল সম্পর্কে।Jayden Tan e Jeff Cheong têm ‘levitado' por Cingapura e a dupla está ensinando os segredos da fotografia de levitação para estudantes.
3তাদের প্রকল্পটি সিঙ্গাপুরবাসীর মনযোগ আকর্ষণ করেছে এবং এরই মধ্যে অনেকেই তাদের আলোকচিত্রের সৃজনশীলতা লক্ষ্য করেছে।O projeto está chamando a atenção no país e muita gente já notou a criatividade das fotos.
4আমরা এই ভাসমান আলোকচিত্রকে গভীরভাবে নিয়েছি।A gente leva fotografia de levitação a sério.
5এতে কোন কেবলের (দড়ি) সাহায্য নেয়া হয়নি, সাহায্য নেয়া হয়েছে ঘাম আর উদ্যমের।Tudo é feito sem cabos, sempre na base do suor e da paixão.
6কোন ফটোশপ নয়, নয় কোন স্পর্শ।Sem photoshop nem retoques.
7আমরা শুধুমাত্র রঙ সংশোধন করেছি একটি নির্দিষ্ট আবহ তৈরী করার জন্যে। বুঝেছেন নিশ্চয়ইA gente só corrige o colorido das fotos para criar um certo clima :-)
8জেডেন এবং জেফ তাদের বিস্ময়কর আলোকচিত্রগুলি আমাদের গ্লোবাল ভয়েসেসের পাঠকদের সঙ্গে ভাগাভাগি করার অনুমতি দিয়েছে।Jayden e Jeff nos deram permissão para compartilhar as suas maravilhosas fotos com os leitores do Global Voices.
9তাদের সাথে আমাদের একটি ইমেইল সাক্ষাৎকার নিচে দেওয়া হলো।Veja abaixo uma entrevista que fizemos com eles por email.
10কী আপনাদেরকে এই প্রকল্পটি শুরু করতে অনুপ্রাণিত করেছে?O que inspirou vocês a começarem esse projeto?
11কখন আপনারা এই প্রকল্প শুরু করেছেন?Quando vocês começaram?
12নাৎসুমি হায়াশি তার মধ্যাকর্ষণ-বিরোধী ছবি তোলার মাধ্যমে ভাসমান আলোকচিত্রকে বিখ্যাত করেছেন।Natsumi Hayashi tornou a fotografia de levitação famosa com suas fotos que desafiam a gravidade.
13এবং তারপর থেকে এশিয়ার অনেকে এই উন্মাদনায় যোগ দিয়েছেন এবং তাদের দৈনন্দিন (আটপৌরে) জীবনের প্রবহমান কর্মকাণ্ডে লিপ্ত থেকে তাদের নিজেদের ‘ভাসমান' অমত্ত ছবিগুলো ভাগাভাগি করা শুরু করেছেন।E, desde então, muitas pessoas na Ásia e em todo o mundo aderiram à mania e começaram a compartilhar fotos legais delas próprias “flutuando” enquanto executam atividades cotidianas (mundanas).
14গত বছরের জুলাইতে আমরা ফেসবুক পৃষ্ঠাটি চালু করেছি।Começamos a página do Facebook em algum momento de julho do ano passado.
15স্থানীয় সম্প্রদায়ের কাছ থেকে আপনারা কী কী প্রতিক্রিয়া লাভ করেছেন?Quais são as reações que o projeto recebe da comunidade local?
16কয়েকটি দল সিঙ্গাপুরে ভাসমান আলোকচিত্র তুলছে।Havia vários grupos tirando fotos de levitação em Cingapura.
17আমরা সবাই একই আবেগ দিয়ে সংযুক্ত এবং এটা খুব ভাল যে স্থানীয় পত্রিকাগুলো এই বিশেষ আগ্রহী দলটির বিষয়ে প্রথম পাতায় একটি কাভারেজ দিয়েছে!Estamos todos conectados pela mesma paixão e foi massa quando os jornais locais estamparam uma cobertura deste grupo de interesse especial na primeira página!
18এই প্রকল্পটিতে আপনাদের প্রিয় আলোকচিত্র কোনগুলো?Quais são suas fotos favoritas do projeto?
19আমাদের পছন্দ গত বছরের ক্রিসমাসের সর্বশেষ অ্যালবামটি।A gente gosta do último álbum feito para o Natal do ano passado.
20আমরা নৃত্যশিল্পী, খাদ্য-বিষয়ক ব্লগার এবং আমাদের কিছু বন্ধুদের সহযোগিতা নিয়ে কাজ করেছি।Colaboramos com dançarinos, blogueiros gastronômicos e alguns dos nossos amigos.
21এত বড় একটা দলের ছবি তোলা যেন একটি মহাকাব্যিক ব্যাপার।Foi uma sessão fotográfica épica, com um grupo tão grande.
22অ্যালবামটির থিম ছিল নাতিশীতোষ্ণ অঞ্চলের ক্রিসমাস এবং আমরা মনে করি ক্রিসমাসের আনন্দ চারদিকে ছড়িয়ে দিতে এটা জাদুর মতো কাজ করেছে।O tema foi o Natal nos trópicos, que achamos que conta com magia para espalhar a alegria do Natal.
23অন্য যেটি আমরা পছন্দ করেছি সেটি হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অ্যালবামের তোলা ছবিটি।O outro que gostamos é o álbum fotografado no Changi, aeroporto de Cingapura.
24ভাগ্য ভাল যে আমরা বিমানবন্দরটির ট্রানজিট এলাকার ছবি তোলার অনুমতি পেয়েছি।Tivemos a sorte de obter permissão para filmar na área de trânsito.
25প্রজাপতির বাগান, গতিশীল বৃষ্টির ভাস্কর্য এবং ছাদের উপরে একটা সুইমিং পুলের মতো খুবই আকর্ষণীয় পটভূমিসহ বিমানবন্দরের দৃশ্য খুবই সুন্দর।O aeroporto tem um belo cenário e panos de fundo muito interessantes, como o jardim das borboletas, a escultura de chuva cinética e uma piscina na cobertura.
26ভাসমান আলোকচিত্র প্রকল্প নিয়ে এবছরের পরিকল্পণাQuais são os planos do projeto de levitação para este ano?
27আমরা এই মজা এবং সৃজনশীল নতুন নতুন গল্প বলা চালিয়ে যাবো আর পূর্ববর্তী অ্যালবামের কৃতিত্বকে অতিক্রম করার জন্যে নিজেদের চ্যালেঞ্জ করা অব্যাহত রাখবো।A gente vai continuar com novas ideias divertidas e criativas, e encarar o desafio de superar o álbum anterior.
28শেষাবধি আমরা নবীন শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কাজ ভাগাভাগি করার সুযোগ পেয়েছি।Recentemente, tivemos a oportunidade de compartilhar nosso trabalho com os jovens estudantes.
29এবং এর মজার দিকটি হলো যে এতে ছড়িয়ে দেওয়ার মতো উচ্ছ্বল কিছু জীবনের দক্ষতা রয়েছে।E o lado divertido das coisas certamente comunica com alegria algumas lições de vida.
30ভাসমান আলোকচিত্রের নিখুঁত ছবিটি তোলার জন্যে কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে।A fotografia de levitação requer muito trabalho para capturar a foto perfeita.
31এতে অধ্যবসায়, দৃঢ়তা এবং উৎকর্ষের শিক্ষা রয়েছে যা আমরা তাৎক্ষণিক প্রয়োগ হিসেবে ভাগাভাগি করে থাকি।Lições de tenacidade, perseverança e perfeição aparecem e a gente as compartilha em engajamentos pontuais.
32হাতে-কলমে শিক্ষা দিয়ে অধিবেশনটি সমাপ্ত হয় যেখান থেকে তারা কাজটি সম্পর্কে একটি সম্যক ধারণা পায়।A sessão termina com uma aula prática, onde todos têm uma noção do trabalho.
33কিন্তু ফলাফলটি দেখার পর গর্ব এবং বিস্ময়ে তাদের বুক ফুলে উঠে এবং এটা বাচ্চাদের মধ্যে অসম্ভবকে সম্ভব করার আত্মবিশ্বাস যোগায়।Mas quando as pessoas vêem o resultado, o orgulho e a admiração entram em ação e deixam esses garotos com uma sensação de realização ao se verem fazendo o impossível.