# | ben | por |
---|
1 | সিরিয়া যুদ্ধের ধামা ঢোল আরও জোরালো হচ্ছে | Tambores de uma guerra na Síria rufam mais forte “Os revolucionários de Manbij” - Aleppo. |
2 | সিরিয়ার আলেপ্পোতে “দ্যা রেভ্যুলেশনারিজ অফ মানবিজ” কপিরাইটঃ ডেমোটিক্স, ২৩ জুলাই, ২০১৩। | Foto por dona bozzi. Copyright Demotix, 23 de julho de 2013. |
3 | একটি “দন্ড-বিধায়ক” বোমা বর্ষণের জন্য মার্কিন বাহিনী প্রস্তুতি নেওয়ায় সিরিয়াতে যুদ্ধের ঢোল আরো জোরে বেজে উঠেছে। | Os tambores de guerra rufam mais forte com a preparação de congressistas dos EUA para votarem sobre uma campanha de bombardeio “punitivo” na Síria. |
4 | অনলাইনে এক রাতের মধ্যে সবাই সিরিয়া বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছে। | Da noite para o dia, todo mundo na Internet se tornou especialista em Síria. |
5 | ফিলিস্তিনের অধিবাসী ইয়াদ এল-বাগদাদি খেয়াল করেছেনঃ | O palestino Iyad El-Baghdadi ironiza: |
6 | এটা কি খুব হাস্যকর নয় ? যখন সিরিয়ার জনগনের ভয়ঙ্কর দুর্ভোগের সময় হল আর তখনই কীভাবে যেন হঠাৎ সবার বিবেক জেগে উঠলো ! | Não é incrível como a consciência de todo mundo repentinamente acordou para o terrível sofrimento do povo sírio? |
7 | সিরিয়ার মোহজা খাফ বলেছেন তিনি এই যুদ্ধের বিপক্ষে। | A síria Mohja Khaf diz-se contra a guerra e justifica: |
8 | তিনি কারন দেখিয়ে বলেছেনঃ সিরিয় বিপ্লবের তৃণমূল নারী ও পুরুষেরা আমার অক্ষ। | Meu foco está com as mulheres e homens dos movimentos populares da revolução síria. |
9 | একটি স্বাধীন গণতান্ত্রিক #সিরিয়া প্রতিষ্ঠার জন্য তাঁদের বৈধ সংগ্রামকে মার্কিন হামলা সহায়তা করবে না। | Bombardeios dos EUA não vão corroborar com essa luta legítima por uma Síria livre e democrática. |
10 | মার্কিন হামলায় কোন জাদুর বুলেট ব্যবহার করা হবে না যা #সিরিয়ার কসাইকে উৎখাত করবে এবং আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে। | As bombas dos EUA não são projéteis mágicos que vão derrubar o Algoz da Síria e salvar o dia. |
11 | সিরিয়ার মানবতার সংকটের কোন প্রার্থনা প্রসূত উত্তর মার্কিন হামলা দিতে পারবে না - এটির অর্থ হচ্ছে আরও বেসামরিক মানুষের মৃত্যু যন্ত্রণা। | O bombardeio estadunidense não é uma resposta às preces da crise humanitária síria - significará mais agonia civil. |
12 | #সিরিয়া | Ela complementa: |
13 | এবং তিনি আরও বলেছেনঃ #সিরিয়াতে আসন্ন মার্কিন হামলায় কেউ কি অবস্থায় থাকবে তা কোন বিষয় নয়, আসাদ সিরিয়ার বেসামরিক জনগণের জীবন ভয়াবহভাবে তছনছ করে দিয়েছে, যা কেউ অস্বীকার করবে না। | Deixe que ninguém negue os horrendos massacres de civis sírios pelo regime de Assad, independente da posição dessa pessoa sobre os iminentes bombardeios dos EUA |
14 | কাহফ আমাদের মনে করিয়ে দিয়েছেনঃ | Kahf relembra-nos que: |
15 | #সিরিয়াতে মার্কিন হামলায় আপনার অবস্থা কি হয়, সেটা কোন বিষয় নয়। এটা অস্বীকার করবেন না সিরিয়ার তরুণেরা প্রকৃত তৃণমূল বিপ্লব ঘটাতেই রাজপথে নেমেছে। | Independentemente de sua posição quanto ao bombardeio estadunidense na Síria, NÃO REFUTE que jovens sírios tomaram as ruas numa autêntica REVOLUÇÃO popular. |
16 | খোদা মাফ করো। | Maldito seja. |
17 | এবং সিরিয়ার আমল হানানো আরও বলেছেনঃ | E o sírio Amal Hanano declara: |
18 | অনুস্মারক: স্লোগান দেয়ার কারনে সিরিয়ার কয়েক হাজার লোককে মেরে ফেলা হয়েছেঃ জনগন শাসনতন্ত্রকে উপর থেকে নিচে নিক্ষেপ করতে চায়। | Lembrete: milhares de sírios foram mortos por cantar a frase: o povo quer derrubar o regime. |
19 | #সিরিয়া বিভিন্ন দেশের দ্বিগুণ চাপ প্রয়োগের কারনে সিরিয়ার মায়সালুন বেশ হতবাকঃ | O perfil sírio Maysaloon surpreende-se com a duplicidade de critérios aplicada por diferentes países: |
20 | সৌদ আল ফয়সাল বলেছেন, আসাদের বিষাক্ত গ্যাস ব্যবহার সহ্য করা যাবে না। কিন্তু মজার ব্যাপার হল, সাদ্দাম যখন ব্যবহার করেছিলেন, তখন তাঁরা কিছু মনে করেননি। | Saud al Faisal [ministro das relações exteriores da Arábia Saudita desde 1975] diz que o uso de gás venenoso por Assad não pode ser tolerado. |
21 | #পিটি #পটকেটলব্ল্যাক | Engraçado que eles não se importaram quando Saddam usou. |
22 | এবং দিমা খাতিব [আরবি] বলেছেনঃ | Dima Khatib ponderou [ar]: |
23 | কেউ যদি আমেরিকানদের বিশ্বাস না করে, তবে শুধুমাত্র এই কারনে এটা প্রমানিত হয় না যে, সে আসাদের শাসনতন্ত্রের সমর্থক। | Só porque uma pessoa não confia nos estadunidenses não quer dizer que ela está do lado do regime de Assad. |
24 | বুদ্ধিবৃত্তিক সন্ত্রাসের চর্চা বন্ধ করুন। স্বাধীনতার জন্য যুদ্ধের নামে অন্যদের ধ্বংস করা বন্ধ করুন। | Parem de praticar terrorismo intelectual e anular os outros em nome da luta por liberdade |
25 | মাইকেল হান্নার মতে সিরিয়াতে এই যুদ্ধ কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারেঃ | De acordo com Michael Hanna, uma guerra na Síria pode durar anos: |
26 | যদি সিরিয়া নিয়ে আমরা গুরুগম্ভীর আলোচনা করতে চাই, তবে আমাদের এটা বুঝে আগানো উচিৎ হবে যে সাম্প্রতিক গোলা-গুলি নিয়ে এই যুদ্ধ কয়েক বছর স্থায়ী হবে। | Se quisermos ter uma discussão séria sobre a Síria, deveríamos começá-la com a compreensão de que esta guerra, na atual tendência, irá se estender por anos. |
27 | বাহরাইন থেকে আলী আল সাইদ টুইট করেছেনঃ | Do Bahrein, o escritor Ali Al Saeed tuíta: |
28 | পৃথিবীর দুষ্ট স্বৈর শাসককে দেয়া #ওবামা - র বার্তাঃ যতক্ষন না আপনি রাসায়নিক অস্ত্র ব্যবহার করছেন, ততক্ষন আপনার জনগনকে জবাই করাই উত্তম। | A mensagem de Obama aos ditadores infames do mundo: Tudo bem exterminar o seu povo, desde que não use armas químicas. |
29 | #সিরিয়া #আসাদ আগের একটি টুইটে তিনি অবাক হয়ে বলেছেনঃ | Em um tweet anterior, ele se perguntava: |
30 | ১ লক্ষ লোককে হত্যা করা এবং ২ মিলিয়ন লোককে বাস্তুহারা করা কীভাবে মেনে নেওয়া হয়। আর ১ হাজার লোকের ওপর বিষাক্ত গ্যাস ব্যবহারের কারনে সামরিক হামলা ? | Como é que matar 100 mil e desalojar 2 milhões de pessoas pode ser aceitável, mas usar gás venenoso com mil pessoas requer ofensiva militar? |
31 | #সিরিয়া #সিরিয়াক্রাইসিস আলী দাহমাশ জর্ডানের রাজধানী আম্মানে মার্কিন দূতাবাসের বাইরে একটি যুদ্ধ বিরোধী সমাবেশ হতে দেখেছেনঃ | Em Amã, capital da Jordânia, Ali Dahmash testemunhou uma manifestação anti-guerra em frente à embaixada dos Estados Unidos: |
32 | এইমাত্র #আম্মানের মার্কিন দূতাবাস অতিক্রম করলাম এবং সেখানে প্রায় ১ শত লোক #সিরিয়া - তে ওবামার বোমা বিস্ফোরনের সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। #জর্ডান #জো | Acabei de passar pela embaixada dos EUA em Amã, e havia menos de 100 pessoas pacificamente protestando contra a decisão de Obama de bombardear a Síria. |
33 | ধারাভাষ্যকার মার্ক লিঞ্চ আরও বলেছেনঃ | O comentador Marc Lynch disse: |
34 | ওবামা প্রশাসনের সিরিয়া যুদ্ধে ঢোকার সবচেয়ে দুঃখের অংশটি হচ্ছে, তাঁদেরকে আমি একই তর্ক-বিতর্ক ফলদায়কভাবে সশব্দে দুই বছর ধরে ফেরি করে বেড়াতে দেখছি। | O mais triste da investida do governo Obama a favor da guerra na Síria é vê-los propagar os mesmos argumentos que passaram dois anos esmagando de maneira enfática. |
35 | একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের ধারাভাষ্যকার সুলতান আল কাসেমি জিজ্ঞেস করেছেনঃ | Enquanto isso, o comentador Sultan Al Qassemi, dos Emirados Árabes Unidos, pergunta: |
36 | উপসাগরীয় রাষ্ট্রগুলো (২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১২৩ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র কিনেছে) এবং তুরস্ক (ন্যাটো বাহিনীর দ্বিতীয় বৃহত্তম সেনা বাহিনী) কেন তাঁদের সিরিয়া যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে ? | Por que os Estados do Golfo (US$123 bilhões em compras de armamento dos EUA em 2010) e a Turquia (2º maior exército da OTAN) terceirizaram sua guerra contra a Síria para os EUA? |
37 | এবং মিশর থেকে জনাব এনট্রপি বলেছেন, এ যুদ্ধের জরিমানা হতে যাচ্ছে দ্বিধান্বিতঃ | E é aceitável estar confuso, afirma Ms. Entropy, do Egito: |
38 | #সিরিয়া - তে তাৎক্ষনিক অনেক বিশেষজ্ঞের মতো, আমার অজ্ঞতাকে দমন করতে আমি এ বিষয়টি সম্পর্কে খুব অল্পই জানি - তবে আমি যতটুকু জানি ততোটুকুই আমার হৃদয় ভেঙ্গে দেওয়ার জন্য যথেষ্ট। | Ao contrário dos vários especialistas instantâneos em Síria, eu sei apenas um pouco do contexto para basear a minha ignorância - e esse pouco basta para partir o meu coração. |