Sentence alignment for gv-ben-20070730-128.xml (html) - gv-por-20070730-153.xml (html)

#benpor
1চীনদেশ: ব্লগ করা মানে স্বপ্ন দেখাChina: Blogar para Sonhar
2Dois blogueiros americanos baseados na cidade de Guangzhou[EN] no sul da China estão engrenando em um ano de viagens blogadas passando por todas vinte e duas províncias continentais da China[EN] e levantando fundos para caridade, oferecendo bolsas para estudantes chineses estudarem no Ocidente, como também levantando dinheiro para cobrir os gastos médicos de pessoas que lutam contra o câncer[EN] no pesadamente industrializado Delta do Rio Pérola[EN], onde as taxas de câncer são altas[EN].
3Lonnie B.
4Hodge[EN], o mais velho dos dois, veterano do exército americano, antigo recipiente da National Endowment of the Arts[EN] e residente na Àsia por quase duas décadas, teve um papel importante na comunidade blogueira de língua inglesa da China desde que começou o OneManBandwidth[EN] em 2004, apoiando não somente os melhores blogueiros[EN] e concursos de fotos[EN], mas também iniciativas de caridade [EN] por todo o país[EN], isso enquanto mantém uma coluna sobre negócios[EN] e escreve sobre experiências de vida (e um PhD[EN]) decodificando a vida como professor e consultor de negócios na China de hoje[EN] passando por assuntos como câncer[EN] e censura[EN] para corrupção[EN] em campi[EN].
5দক্ষিন চীনের গুয়াঙঝো শহরে বসবাসরত দুই আমেরিকান প্রায় এক বছর লম্বা ব্লগিং সফরের পরিকল্পনা করছেন যা তাদের চায়নার মুল ভূখন্ডের ২২টি প্রদেশের সবকটিতে নিয়ে যাবে।Câncer vem sendo um tópico central em OneManBandwidth[EN] ano passado com Hodge seguindo de perto as vidas das que são chamadas Liga das Chinesas Extraordinárias[EN], ligadas entre si pela partilha do sofrimento causado pelo câncer de mama; aonde antes havia cinco[EN], tem apenas uma[EN] vivendo hoje[EN].
6এই সফরে তারা বিভিন্ন পরোপকারী কাজের জন্যে অর্থসংগ্রহ করবেন, চাইনিজ ছাত্রদের পশ্চিমা দেশগুলোতে পড়তে যাওয়ার জন্যে স্কলারশীপ যোগার করে দেবেন এবং পার্ল নদীর বদ্বীপের ক্যান্সারের রুগীদের জন্য (যেখানে এরুপ রুগীর সংখ্যা বেশী) অর্থসংগ্রহ করবেন।Enquanto muitos ao seu redor continuam partindo[EN], Hodge também não tem mais muito tempo[EN]. E conseqüentemente[EN] a inspiração[EN] para o que Hodge e seu colega professor da Universidade de Ciência e Tecnologia de Macau[EN] David DeGeest estão chamando de O Blogue dos Sonhos (Dreamblog): Viajando pela China pela Caridade e a Compreensão[EN].
7লনি বি হজ, আমেরিকার এই দুই প্রাক্তন সৈনিকের মধ্যে বড়, ন্যাশনাল এনডোমেন্ট অফ আর্টস পদক প্রাপ্ত এবং এশিয়ায় গত দুই দশক ধরে বসবাস করছেন।A primeira viagem levará o par ao Tibet em 15 de Agosto, mais informações serão divulgadas em breve[EN].
8২০০৪ সাল থেকে তার ওয়ান ম্যান ব্যান্ডউইডথ ব্লগটির মাধ্যমে তিনি চীনদেশের ইংরেজী ব্লগিং কমিউনিটিতে একটি গুরুত্বপুর্ন ভূমিকা পালন করেছেন।Em um post recente[EN] vejam, abaixo, a iniciativa Projeto Livraria Asiática no video curto, feito em Guangzhou na última semana: (Veja o vídeo no artigo original)
9তিনি শুধু সেরা ব্লগার এবং সেরা ছবির প্রতিযোগিতাই আয়োজন করেননি সারা দেশ জুড়ে চ্যারিটির উদ্যোগ নিয়েছেন।Os primeiros passos de Hodge e DeGeest em direção á realização dos sonhos das pessoas têm sido convidar os leitores a compartilhar com eles o Dreamblogue[EN]:
10এছাড়াও রয়েছে তার বানিজ্য সংক্রান্ত কলাম, জীবনযাত্রা নিয়ে লেখা (একটি পিএইচডি অর্জন) এবং একজন শিক্ষক এবং বানিজ্যিক পরামর্শদাতা হিসেবে বর্তমান চীনে জীবন কেমন হতে পারে তার দর্শন।“Dreamblogue readers and corporate sponsors are already helping fulfill some of the dreams posted here. For how you can help us visit our help page and continue to follow our adventures in China.
11ক্যান্সার, সেন্সরশীপ, ক্যম্পাসে দুর্নীতি ইত্যাদি বিবিধ বিষয়ে রয়েছে তার লেখার পদচারনা।All ad revenue will from this site benefits Chinese and American individuals with dreams deferred by health, or social circumstances.
12ওয়ান ম্যান ব্যান্ডউইডথ ব্লগের গত বছর সবচেয়ে উল্লেখিত টপিক ছিল ক্যান্সার।“ “Leitores do Dreamblogue e patrocinadores já estão ajudando a realizar alguns dos sonhos postados aqui.
13হজ কয়েকজন ক্যন্সারাক্রান্ত মহিলার জীবন অনুসরন করেছেন (তিনি তাদের নাম দিয়েছেন দ্যা লীগ অফ এক্স্ট্রাঅর্ডিনারী চায়নীজ উইমেন) এবং ব্রেস্ট ক্যান্সার নিয়ে তাদের কষ্টের কথা লিখেছেন বিশ্বকে জানানোর জন্যে।Para saber como ajudar-nos visite nossa página de ajuda e continue a seguir nossas aventuras na China. Todos os anúncios deste site têm como beneficiários indivíduos chineses e americanos com sonhos relacionados a saúde ou circunstâncias sociais.”
14এরা একসময় পাঁচজন ছিলেন, এখন বেঁচে আছেন একজন।E muitos já chegaram[EN]:
15তার আসে পাশের সবাই মারা যাচ্ছে এবং হজেরও আর বেশীদিন নেই।“tdgardens's dream: That every child have a book to hug, hold, and carry them to a dream all their own.
16এবং এভাবেই পেলেন অনুপ্রেরনা ম্যাকাউ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজীর শিক্ষক হজ এবং তার সহকর্মী ডেভিড ডিজিস্ট এই নতুন উদ্যোগের - “দ্যা ড্রিমব্লগ: ট্রাভেলিং চায়না ফর চ্যারিটি এন্ড আন্ডারস্ট্যান্ডিং“।hailvict's dream: To become someone who makes a difference every day of their life. mmhalim's dream: travell to china i cannot imagine what is the great system that can organize all this people and in the same time they are be one of the great country in the world
17এই দুজনের প্রথম ভ্রমন হচ্ছে আগামী ১৫ই আগস্টে তিব্বতে এবং পরবর্তী ভ্রমনের তথ্য অচিরেই জানানো হবে।Taitai's Dream: My main dream right now is that the lumps found in my mother-in-law's lung are benign.
18এই নতুন ব্লগের একটি সাম্প্রতিক পোস্টে এশিয়া পাঠাগার প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে।That would be lovely, thank you. kevin's dream: I hope the project of “Blog of dreams” will be successful.
19এনিয়ে গতসপ্তাহে তোলা একটি ছোট ভিডিও দেখুন নীচে:Roxi Copland's Dream: touring worldwide as a vocalist and pianist”
20হজ এবং ডিজিস্ট এর মানুষের স্বপ্ন পূরনের প্রথম পদক্ষেপ হচ্ছে পাঠকদের আমন্ত্রন জানানো তাদের স্বপ্নগুলোকে এই ব্লগে পোস্ট করার জন্যে:“Sonho de tdgardens[EN]: Que toda criança tenha um livro para abraçar, segurar, e carregar através de um sonho só dela. Sonho de hailvict:
21ড্রিমব্লগের পাঠকরা এবং এর কর্পোরেট স্পন্সররা এই ব্লগে পোস্ট করা কিছু স্বপ্ন পূরনে ইতিমধ্যে সাহায্য করছে।Virar alguém que faça diferença todos os dias na vida deles. Sonho de mmhalim: Viajar para a China.
22আপনারা কিভাবে সাহায্য করতে পারেন তা জানার জন্যে আমাদের হেল্প পাতাটি দেখতে পারেন এবং দয়া করে আমাদের চীনদেশ জুড়ে ভ্রমনপর্বটি অনুসরন করেন।Não consigo imaginar qual é o grande sistema que organiza todas essas pessoas mas, ao mesmo tempo é um dos grandes países do mundo
23এই সাইটটি থেকে পাওয়া সকল বিজ্ঞাপনের আয় সেইসমস্ত চাইনিজ এবং আমেরিকান লোকদের জন্যে ব্যায় করা হবে যাদের স্বপ্নের বাস্তবায়ন স্বাস্থ্য বা সামাজিক কারনে পিছিয়ে গেছে।Sonho de Taitai[EN]: Meu maior sonho hoje é que os caroços encontrados no pulmão da minha sogra sejam benignos.
24এবং বেশ কিছু স্বপ্ন ইতিমধ্যেই এসেছে:Isso seria ótimo, obrigado.
25টিডিগার্ডেনের স্বপ্ন: প্রতিটি শিশুরই একটি বই থাকবে যা তারা জড়িয়ে ধরতে পারবে, সঙ্গে রাখতে পারবে এবং নিয়ে যেতে পারবে তাদের এক নিজস্ব স্বপ্নের জগতে।Sonho de kevin: Espero que o o projeto do “blogue dos sonhos” tenha sucesso. Sonho de Roxi Copland[EN]:
26হেইলভিক্টের স্বপ্ন: এমন একজন হওয়া যে প্রতিদিনই উল্লেখযোগ্য কিছু করে।Fazer uma turnê mundial como pianista e vocalista”
27এমএমহালিমের স্বপ্ন: চীনদেশ ভ্রমন।(Texto original por John Kennedy)
28আমি ধারনা করতে পারিনা কি বিশাল ব্যবস্থা এইদেশের এতসব মানুষকে সংগঠিত করতে পারে এবং একই সাথে এরা বিশ্বের অন্যতম সেরা দেশ হতে পারে।O artigo acima é uma tradução de um artigo original publicado no Global Voices Online.
29তাইতাইয়ের স্বপ্ন: আমার এখনকার সবচেয়ে গুরুত্বপুর্ন স্বপ্ন হচ্ছে আমার শাশুরীর ফুসফুসে বেড়ে যাওয়া মাংষপিন্ডটিতে ক্যান্সার না পাওয়া যাওয়া।Esta tradução foi feita por um dos voluntários da equipe de tradução do Global Voices em Português, com o objetivo de divulgar diferentes vozes, diferentes pontos de vista.
30এটি করতে পারলেই হবে, ধন্যবাদ। কেভিনের স্বপ্ন: আমি আশা করব ‘ব্লগ অফ ড্রিমস' প্রকল্পটি সাফল্যমন্ডিত হবে।Se você quiser ser um voluntário traduzindo textos para o GV em Português, clique aqui.
31রক্সি কোপল্যান্ডের স্বপ্ন: একজন পিয়ানিস্ট এবং গায়ক হিসেবে বিশ্ব ভ্রমন করা। - জন কেনেডিSe quiser participar traduzindo textos para outras línguas, clique aqui.