# | ben | por |
---|
1 | মিশরের প্রথম স্বাধীন ইউনিয়ন গঠিত হয়েছে | Egito: Inaugurado o primeiro sindicato independente do país |
2 | মিশরীয় কর্মী আর ব্লগার হোসসাম এল হামালাউয়ি, ব্লগ করেছেন এক দিন আয়কর সংগ্রাহকদের সাথে কাটানোর পরে তাদের সাফল্যের প্রাথমিক অনুভুতি সম্পর্কে। এরা নাসর শহরে এসেছিলেন শ্রম মন্ত্রানয়ের সাথে তদবির করার জন্য যাতে তাদের স্বাধীন ইউনিয়নের স্বীকৃতি দেয়া হয়। | O ativista e blogueiro egípcio Hossam El Hamalawy, blogou sobre as suas impressões sobre vitória depois de ter passado um dia com cobradores de impostos, que foram até a Nasr City, um distrito de Cairo, para fazer um lobby junto ao Ministro do Partido Trabalhista para que este reconhecesse o sindicato independente deles. |
3 | তিনি তার পরের বিক্ষোভের যেসব ছবি তুলেছিলেন তা আপলোড করেছেন, আর ডেইলি নিউজ ইজিপ্টের একটি আর্টিকেলে প্রকাশিত সারা কারের রিপোর্টের উদ্ধৃতি দিয়েছেন। | Ele publicou as fotos que tirou da manifestação e também citou uma reportagem de Sara Carr, no Daily News Egypt. |
4 | ১৯৫৭ সালের পরে এই প্রথম ভূমি আয়কর সংগ্রাহকেরা তাদের প্রথম স্বাধীন ট্রেড ইউনিয়ন গঠন করেছেন। | Essa foi a primeira vez que cobradores de impostos do setor imobiliário formaram um sindicato independente desde 1957. |
5 | আয়কর সংগ্রাহকেরা তাদের ইউনিয়ন গঠন উদযাপন করছেন। | Fiscais de impostos comemoram a abertura de seu sindicato. |
6 | ছবি হোসসাম এল হামনাউই এর সৌজন্যে। | Foto de Hossam El Hamlawy |
7 | পরে, এল হামালাউই যোগ করেছেন যে এই ইউনিয়ন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে- স্থানীয় স্বীকৃতির সাথে- যখন পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক প্রতিনিধিরা মিশরের রিয়েল এস্টেট ট্যাক্স আথরিটি ইউনিয়নের সদস্যপদ গ্রহন করেছেন। | Mais tarde, El Hamalawy acrescentou que a união conquistou legitimidade internacional - para além do reconhecimento local - quando os representantes árabes, africanos e de outros países da Internacional de Serviços Públicos aceitaram a entrada da União dos Empregados de Fiscalização do Setor Imobiliário do Egito. |