Sentence alignment for gv-ben-20140315-42214.xml (html) - gv-por-20140326-51036.xml (html)

#benpor
1যুদ্ধের ডামাডোলে বিলাসবহুল পার্টির আয়োজন করায় সমালোচিত সিরিয়ার বনেদি পরিবারFamílias sírias dão festa suntuosa enquanto o país está em guerra
2সিরিয়ার রাজধানী দামাস্কাসে হারেম আল-সুলতান অনুকরণে দেয়া পার্টির গ্রুপ ছবি।Foto do grupo da festa “Harem Al-Sultan” em Damasco.
3ছবি নেয়া হয়েছে আলসুলতা আলরাবেয়া'র ফেসবুক পেজ থেকে।Fonte: o site All4syria.
4সিরিয়ার রাজধানী শহর দামাস্কাসে ১৮ মিলিয়ন সিরিয়ান টাকা (এক লক্ষ ৬৫ হাজার ডলার) খরচ করে পার্টি দেয়ার খবর শুনে সিরিয়ার অনেক মানুষ বিস্মিত হয়েছেন। তুর্কি সোপ অপেরা “হারেম আল সুলতান” অনুকরণে এই পার্টি দেয়া হয়।Foi um choque para muitos sírios o fato de pessoas em Damasco gastarem cerca de 18 milhões de libras sírias (aproximadamente 165.000 U$ dólares) dando uma grande festa inspirada pela novela turca “Harem Al Sultan” (Muhteşem Yüzyıl /O harém do sultão), enquanto há pessoas sendo mortas ou famintas no país devastado pela guerra.
5এদিকে যুদ্ধাক্রান্ত সিরিয়ায় প্রতিদিনই অসংখ্য মানুষ মারা যাচ্ছেন।
6অনেকে নিত্যদিনের খাবারের সংস্থান করতে পারছেন না।Um grupo de famílias ricas fez exatamente isso em novembro de 2013.
7২০১৩ সালের নভেম্বর মাসে সিরিয়ার একদল বনেদি পরিবার এই পার্টির আয়োজন করেন।As fotos dos vestidos das participantes, decorações e bebidas foram amplamente compartilhadas em redes sociais na época.
8পার্টিতে অংশগ্রহণকারীদের পোশাক-আশাক, সাজগোজ এবং পানীয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে।Porém, apenas a alguns quilômetros de distância da festa, as crianças sírias do campo de refugiados Yarmouk estavam morrendo de fome.
9তবে যেখানে পার্টি অনুষ্ঠিত হয়, তার কয়েক কিলোমিটার দূরে ইয়ারমুক শরণার্থী শিবিরে শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছিল।Vários sites e portais de notícias árabes noticiaram o sarau de fantasias, como thawrtalsoryienalahrar, Syria-news, Aksalser, Al-marsd e All4Syria [todos em árabe].
10থরতালসোরিয়েনালাহরার, সিরিয়া সংবাদ, আকসালসার, আল-মারএসডি এবং অলফরসিরিয়া এর মতো আরবি ভাষার কিছু ওয়েবসাইট এবং সংবাদমাধ্যম জমকালো পোশাকের ছবি নিয়ে সংবাদ প্রকাশ করে।
11আলসুলতা আলরাবেয়া ফেসবুকে অনুষ্ঠানে আগত অতিথিদের ছবি প্রকাশ করে।AlSulta AlRabeaa [Quarta Autoridade] publicou fotografias no Facebook dos participantes sorrindo.
12সিরিয়ান শিল্পী জালাল আলতাউইল তার ফেসবুক পেজে পার্টির বিস্তারিত বর্ণনা দিয়েছেন:O ator sírio Jalal Altawil explicou os detalhes da festa em sua página no Facebook:
13দামাস্কাস শহরের দাব্বাস পরিবার দামাস্কাসের বিখ্যাত পরিবারদের উদ্দেশ্যে “হারেম আল সুলতান” থিমের অনুকরণে একটি পার্টির আয়োজন করেছিলেন।A família Dabbas na cidade de Damasco realizou uma cerimônia sob o tema “Hareem Al Sultan” para famosas famílias de Damasco.
14এই ছবিতে আপনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুল্লেমের মেয়ে শাজা মুল্লেম, শেখ ঘাজাল এবং হাফার পরিবারকে দেখতে পাবেন।Nesta fotografia, você pode ver Shaza Muallem, a filha do ministro das Relações Exteriores da Síria, Walid Muallem, da família Sheikh Ghazal e da família Hafar.
15দামাস্কাস শহরতলীর ইয়াফুর রিসোর্টে এই পার্টি অনুষ্ঠিত হয়েছিল। ইউরোপ থেকে আনা এলি সাব এবং জুহেয়ার মুরাদের করা ডিজাইন পোশাকসহ অনুষ্ঠানে মোট খরচ হয়েছিল আনুমানিক ১৮ লাখ সিরিয়ান টাকা।A cerimônia foi realizada num resort em Yafour, no subúrbio de Damasco, e o preço total - incluindo o custo de roupas desenhadas por Elie Saab e Zuhair Murad trazidas da Europa para Damasco - é de cerca de 18 milhões de libras sírias.
16দামাস্কাসের হারেম আল-সুলতান পার্টির একটি ছবি।Uma foto fda festa Harem Al-Sultan em Damasco.
17ছবি নেয়া হয়েছে আলসুলতা আলরাবেয়া'র ফেসবুক পেজ থেকে।Fonte: AlSulta AlRabeaa no Facebook.
18সিরিয়ান অবজারভার লিখেছে, অনুষ্ঠানে হারেম আল-সুলতানের মতো করে সব করা হয়েছে। এটা দামাস্কাস শহরের বাসিন্দাদের জীবনকে প্রতিনিধিত্ব করে না।O Syrian Observer (Observador sírio) escreveu [en] que “a cerimônia foi chamada pelos ativistas como ‘Hamer de regime', e diz que elas não representam as família originais do Damasco”, seguindo por um comentário de uma das participantes da festa.
19অবজারভার তাদের প্রতিবেদনে পার্টিতে অংশ নেয়া কয়েকজনের মন্তব্য তুলে দেয়:Rouaa Daoudi, que participou na festa, respondeu dizendo que não entende o que havia de errado com a festa e por que os outros estavam preocupados.
20রাওয়া দাউদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তিনি জানিয়েছেন, তিনি বুঝতে পারছেন না পার্টি দেয়ায় কী সমস্যা হয়েছে।Ela expressou de uma maneira indelicada que aguentou a revolução síria por dois anos e agora está entediada e que por isso foi comemorar com outras garotas.
21কেন-ই বা সবাই হতাশা ব্যক্ত করছেন। সে অধৈর্য ভাবে বলেছে, আমি দুই বছর ধরে বিপ্লবের মধ্যে আছি।E perguntou: qual é o erro nisso?, zombando de quem estava contra a festa, afirmando que a objeção eram porque não foram convidados.
22এবং এটা এখন বিরক্তিতে পৌছে গেছে।Rouaa Daoudi tomou a mesma posição.
23তিনি জানিয়েছেন, তিনি ‘অন্যান্য মেয়েদের সাথে উদযাপন' করতে চান। এবং তিনি সেটাই করেছেন।“Sim, estamos em Damasco, queremos comemorar e como não havia guerra, vocês não tem razão para nos culpar.
24তিনি জিজ্ঞেস করেছেন, এখানে কোথায় সমস্যা হয়েছে?Morra na sua raiva.” Diz.
25যারা আপত্তি করেছে, তাদেরকে উপহাস করে তিনি বলেছেন, তারা আপত্তি করছে, কারণ তারা অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি।Diana Moukalled, uma jornalista libanesa, produtora, colunista e defensora das mulheres expressou seu choque com a situação dizendo:
26রুয়া দাউদি একই রকমের মতামত দিয়েছেন। তিনি বলেছেন, “হ্যাঁ, আমরা দামাস্কাসে থাকি।Os sírios estão morrendo de fome, mas as mulheres do regime estão comemorando.
27আমাদের এখানে যুদ্ধ নেই। আমরা তাই জীবনকে উদযাপন করতে চাই।Uma cerimônia custosa em Damasco com tema de “Hareem Al Sultan”, entre elas a filha do Walid Muallem.
28এর জন্য আপনারা আমাদের দোষারোপ করতে পারেন না।Não há nada mais para escrever.
29আপনার এই রাগ আপনাকেই ধ্বংস করে দিবে”।Uma foto vale mais que mil palavras.
30লেবাননের টিভি সাংবাদিক, তথ্যচিত্র প্রযোজক, কলামিস্ট এবং নারী অধিকার কর্মী দিয়ানা মউকাল্লেদ এই ঘটনা নিয়ে খুব হতাশ হয়েছেন:Deixo vocês com algumas fotos da festa à fantasia, num país que está em guerra, para que vocês julguem. Uma foto da festa Harem Al-Sultan em Damasco.
31কিছুই লিখতে পারছি না।Fonte: All4Syria.
32একটি ছবি হাজারটা শব্দের চেয়ে জোরালো।CC BY 3.0
33আমি যুদ্ধাক্রান্ত একটি দেশের কিছু ফ্যান্টাসি ছবি দেব।Uma foto da festa ‘Harem AlSultan'.
34ছবি দেখে আপনিই বিচার-বিবেচনা করবেন।Fonte: All4Syria.
35ছবি নেয়া হয়েছে আলসুলতা আলরাবেয়া'র ফেসবুক পেজ থেকে।CC BY 3.0
36অলফোরসিরিয়া ওয়েবসাইট থেকে ছবি নেয়া হয়েছে।Uma foto da festa ‘Harem AlSultan'.
37সিসি বিওয়াই ৩.CC BY 3.0
38০ লাইসেন্সের আওতায় ব্যবহার করা হয়েছে।