Sentence alignment for gv-ben-20121127-32793.xml (html) - gv-por-20121110-36301.xml (html)

#benpor
1বিশ্বের শীর্ষ ১০ ‘গ্যাংনাম স্টাইল’ প্যারডিTop 10 das melhores paródias de ‘Gangnam Style’
2দক্ষিণ কোরিয়ার র‌্যাপ সঙ্গীতশিল্পী সাইয়ের চিত্তাকর্ষক গান এবং হাস্যকর নাচের উত্তেজনাপূর্ণ ভিডিও ‘গ্যাংনাম স্টাইল (বড়লোকী চাল)‘ আজকের দিন (৩রা নভেম্বর, ২০১২) পর্যন্ত ইউটিউবে ৬৩ কোটি বার দেখা হয়েছে, যা সবচেয়ে “পছন্দের” ভিডিও হিসেবে গীনেস বিশ্ব রেকর্ড ভেঙ্গেছে।Com uma canção pegajosa e uma coreografia desajeitada, o vídeo ‘Gangnam Style‘, do rapper sul-coreano Psy, havia sido visto mais de 680 milhões de vezes no YouTube (em 10 de novembro de 2012) e entrou para o livro dos recordes Guinness World como o vídeo a receber mais “likes” [en] na história do YouTube.
3আশ্চর্য হওয়ার কিছু নেই যে এই বহুল প্রচারিত ভিডিওটি অগণিত ব্যবহারকারীকে তাদের নিজস্ব সংস্করণটি তৈরিতে অনুপ্রাণিত করেছে।Não é de se admirar que este vídeo viral tenha inspirado incontáveis usuários a criar uma versão própria.
4এই ১০টি সেরা গ্যাংনাম স্টাইলের প্যারডি ভিডিওর একটি সারি থেকে বাছাই করা হয়েছে।Listamos aqui as 10 melhores paródias de ‘Gangnam Style', selecionadas em meio a uma infinidade de vídeos.
5প্রথমেই - রাজনীতিতে গ্যাংনাম স্টাইল:Primeiramente - Gangnam Style na política:
6১. এই উইউই-এর গ্যাংনাম প্রতিবাদ1. O protesto Gangman de Ai Weiwei
7সর্বশেষ একজন গ্যাংনাম নৃত্যশিল্পী হলেন প্রখ্যাত চীনা শিল্পী/এক্টিভিস্ট এই উইউই।Um dos últimos dançarinos do Gangman Style foi o famoso artista e ativista chinês Ai Weiwei.
8উষ্ণ গোলাপী একটি শার্ট পরে বোকাটে কিন্তু উত্তেজনাপূর্ণ ‘অশ্বারোহণ' চালে নেচে এই উইউই শিরোনাম হয়েছেন।Ai Weiwei ganhou as manchetes, ao aparecer neste vídeo, vestindo uma camisa rosa-choque e rebolando em uma dança bobinha e entusiasmada ao estilo de Psy.
9কিন্তু হাতকড়া পরার এবং ভিডিওটির শিরোনাম “ঘাস কাদা ঘোড়া” করার মাধ্যমে সেন্সরশীপ সম্পর্কে তিনি তার বার্তা প্রদান করতে ভুলেননি (ব্যাখ্যার জন্যে এখানে দেখুন)।No entanto, ele não se esqueceu de enviar um recado contra a censura, ao usar algemas no vídeo e mudar o título para “Cavalo de Grama e Lama” (leia uma explicação aqui [en]).
10২. মার্কিন নির্বাচন, মিট রমনি-স্টাইল2. Eleições nos Estados Unidos, Mitt Romney-Style
11মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্ট্রপতি নির্বাচনের ঠিক প্রাক্কালে এই ভিডিওটি করেছে কলেজ কৌতুক।Com a proximidade das eleições nos Estados Unidos, College Humor [en] postou este vídeo.
12রিপাবলিকান রাস্ট্রপতি প্রার্থী মিট রমনির চরিত্রের কুশীলব ভিডিওটিতে ধরা-ছোঁয়ার বাইরে অভিজাত জীবন যাপন করা রমনির সুনামের ব্যাঙ্গ করে র‌্যাপ গেয়েছেন এবং নেচেছেন।Um ator incorpora o candidato republicano Mitt Romney, dançando e cantando, num deboche à reputação de Romney de ricaço desconectado da realidade, com um estilo de vida burguês.
13৩. বলিভীয়-স্টাইল3. Estilo boliviano
14গ্যাংনাম স্টাইল এমনকি বলিভীয় রাজনৈতিক পটভূমিতেও অবতরণ করেছে।Gangnam Style já alcançou até o cenário político boliviano.
15একজন বলিভীয় ইউটিউব ব্যবহারকারী কওনব্যানইয়া ক্ষমতাসীন এবং বিরোধী দলের আরো একদল সদস্যসহ রাষ্ট্রপতি ইভো মোরালেস এবং উপরাষ্ট্রপতি আলভারো গার্সিয়া লিনেরা'র মতো চরিত্র ক্যামিও'র (স্বল্প সময়ের জন্যে অভিনয়) উপস্থিত করে একটি ভিডিও আপলোড করেছেন।Um usuário boliviano do YouTube, KwonBanYa, disponibilizou um vídeo com representações do presidente Evo Morales e do vice-presidente Alvaro García Linera, além de uma seleção de outros membros do partido governista e da oposição.
16+ জাতিসংঘ স্টাইল+ Estilo ONU
17কারিগরীভাবে এটি একটি মেমে ভিডিও না হলেও প্রদর্শনযোগ্য।Tecnicamente, este não é um meme, mas vale a pena mostrá-lo.
18ভিডিওটিতে দক্ষিণ কোরিয়ার নাগরিক জাতিসংঘের মহাসচিব বান কি-মুনকে সাইয়ের সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গ্যাংনাম স্টাইলে নাচতে দেখানো হয়েছে।Ele é protagonizado pelo secretário geral das Nações Unidas Ban Ki-moon, de nacionalidade sul-coreana, dançando Gangnam Style com Psy na sede da ONU em Nova York.
19এখন কয়েকটি অদ্ভুত প্যারডি দেখার জন্যে:E agora algumas das paródias mais estranhas:
20৪. কারাবন্দী-স্টাইল4. Estilo presidiário
21(ফিলিপাইনের) সেবু প্রাদেশিক আটক এবং পুনর্বাসন কেন্দ্রটি এর বন্দীদের পুনর্বাসনের জন্যে মুদ্রিত নাচের রুটিন ব্যবহার করার জন্যে পরিচিত।O Centro de Detenção e Reabilitação de Cebu [en] é conhecido por utilizar coreografias para reabilitar detentos.
22কমলা রঙের জাম্পস্যুট পরিহিত অসংখ্য কারাবন্দীদের একসঙ্গে লাফ-ঝাঁপের এই আশ্চর্যজনক দৃশ্য দেখুন।Assista a esta cena incrível de diversos presidiários em macacões laranja, galopando em uníssono.
23৫. জীবনরক্ষী-স্টাইল5. Estilo salva-vidas
24মজা করা এবং গুবলেটের মতো ঘোরাঘুরি করা ক্ষতিকর মনে না হলেও সেটা কিছু কিছু এলাকায় নয় - বিশেষকরে, আপনার কর্মক্ষেত্রে।Divertir-se e fazer brincadeiras parece algo inofensivo, mas não em alguns lugares, especialmente no local de trabalho.
25সিটি পুলে ইউনিফর্ম পরিহিত ক্যালিফোর্নিয়ার এল মন্টের একদল জীবনরক্ষী এই গ্যাংনাম স্টাইল প্যারডিটি পোস্ট করার পর ১৪ জনকে চাকুরীচ্যুত করা হয়।Após um grupo de 14 salva-vidas em El Monte, Califórnia, postar esta paródia, na qual aparecem de uniforme em uma piscina municipal, 14 pessoas foram demitidas.
26কে-পপ (কোরীয় পপ) সংবেদন সাই নিজে তাদের চাকুরী কাজ ফিরে পেতে তাদের স্বপক্ষে আবেদন করেছেন।Psy, a sensação do K-Pop em pessoa, implorou [en] para que eles tivessem seus empregos de volta.
27সম্প্রতি শহরটি সেই সব জীবনরক্ষীদের পুণরায় ভাড়া করার পক্ষে ভোট দিয়েছে।A cidade recentemente votou pela recontratação [en] dos salva-vidas.
28এদিকে সাই প্রায়শঃই ব্যবহারকারীদের তার হিট গা্নের রিমেক (পুনর্নির্মাণ) সম্পর্কে মন্তব্য করেন:Psy frequentemente comenta sobre as versões para o seu hit gravadas por usuários.
29৬. ওহিও বিশ্ববিদ্যালয় মার্চিং ব্যান্ন্ডের গ্যাংনাম স্টাইল6. Gangman Style pela Banda Marcial da Universidade de Ohio
30ওহিও বিশ্ববিদ্যালয়ের মার্চিং ব্যান্ডের এই ভিডিওটিকে উল্লেখ করে তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, তিনি একটি মার্চিং ব্যান্ডের শ্রদ্ধাকে মনে করেছেন “মর্মস্পর্শী”।Psy declarou em uma entrevista que ele achou um tributo feito por uma banda marcial [en] “tocante”, em referência a esse vídeo da banda marcial da Universidade de Ohio.
31এবং পরিশেষে, সবচেয়ে অসম্ভাব্য শ্রদ্ধাঞ্জলি…E, por fim, os tributos mais improváveis…
32৭. নোয়াম চমস্কি স্টাইল7. Noam Chomsky Style
33বিশ্বের অন্যতম প্রখ্যাত ভাষাতত্ত্ববিদ এবং এক্টিভিস্ট নোয়াম চমস্কিকে প্রদর্শন করা একটি এম. আই.Uma paródia de Gangnam Style gravada no M.I.T. se espalhou de maneira viral [en] por contar com a participação de Noam Chomsky, um dos linguistas e ativistas mais renomados do mundo.
34টি. গ্যাংনাম স্টাইল প্যারডি ভিডিও বহুল প্রচারিত হয়েছে।8. Flash Mob com estrelas do esporte
35৮. ক্রীড়া তারকার উৎসুক দর্শক-জনতা সাইয়ের গানের সঙ্গে লাফালাফি করে উৎসুক দর্শক-জনতা জড়ো করা কয়েকজন ক্রীড়া তারকার মধ্যে এনবিএ (মার্কিন যুক্তরাস্ট্রের জাতীয় বাস্কেটবল সংস্থা) খেলোয়াড় রয় হিলবার্ট একজন।Entre as várias celebridades esportivas que já dançaram ao som da música de Psy está o jogador da NBA Roy Hibbert, que lidera este flash mob.
36৯. ব্রুনেই স্টাইল9. Estilo de Brunei
37দক্ষিণ কোরীয়রা যেখান থেকে গ্যাংনাম স্টাইল সম্পর্কে শোনার হয়তো আশা করতে পারে এমন স্থানগুলোর মধ্যে সর্বশেষটি হলো ব্রুনেই।Brunei seria um dos últimos lugares do qual os sul-coreanos esperariam ouvir sobre Gangman Style.
38কিন্তু সেটাও এখানে রয়েছে, বিশ্বের বিপরীত দিক থেকে আসা খুবই হাস্যকর একটি মীম ভিডিও।No entanto, aqui está um vídeo hilário que se passa do outro lado do mundo.
39১০. নেভি গ্যাংনাম স্টাইল10. Gangnam Style da Marinha
40মার্কিন নৌ একাডেমীর নাবিকদের একটি দল সাইয়ের হিট গান গেয়ে সাদা ইউনিফর্ম পরে লাফালাফি করেছে।Um grupo de marinheiros da Academia Naval dos EUA cantou e galopou por aí em seus uniformes brancos ao som do hit de Psy.
41তবে জীবনরক্ষীদের মতো ক্রোধের শিকার হওয়ার পরিবর্তে এই নৌ মিডশিপম্যানরা নৌবাহিনীর অনুমোদন অর্জন করেছে।Ao contrário dos salva-vidas que foram demitidos, estes aspirantes receberam a aprovação [en] da Marinha.
42http://www.youtube.com/watch?feature=player_embedded&v=xhHufV9g4k4http://www.youtube.com/watch?feature=player_embedded&v=xhHufV9g4k4
43আমরা কী আপনার প্রিয় গ্যাংনাম স্টাইল প্যারডি বাদ দিয়েছি?Deixamos de mencionar a sua paródia favorita de Gangnam Style?
44মতামতে আমাদেরকে জানান!Conte-nos nos comentários!