Sentence alignment for gv-ben-20100129-9056.xml (html) - gv-por-20100201-5960.xml (html)

#benpor
1হাইতি: আশ্রয়ের জন্য ঘর তৈরি হচ্ছে খুব ধীরে এবং দ্রুত, উভয় ভাবেHaiti: A Construção das Habitações
2ইতোমধ্যে হাইতির পুনঃনির্মাণের আলোচনা শুরু হয়েছে।Conversas já giram em torno da reconstrução do Haiti.
3আর্কিটেকচার ফর হিউম্যানটি একটি অলাভজনক নকশা তৈরিকারক প্রতিষ্ঠান। এটি দুর্যোগ পরবর্তী পুনঃনির্মাণের ব্যাপারে বিশেষজ্ঞ।Architecture for Humanity (Arquitetura para a Humanidade, en), uma empresa “não-lucrativa” de serviços de projetos que é especializada em reconstrução pós-desastres, lançou algumas notas gerais conceituais.
4এ ব্যাপারে তারা কিছু সাধারণ ধারণা প্রকাশ করেছে। ক্যামেরন সিনক্লিয়ার একজন স্থপতি এবং এই গ্রুপের প্রতিষ্ঠাতা।Escrevendo no site da empresa, Cameron Sinclair, um arquiteto e o fundador do grupo, refere-se às controvérsias após o furacão Katrina nos Estados Unidos:
5তিনি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে লেখার সময় যুক্তরাষ্ট্রে ক্যাটরিনা নামক ঘূর্ণিঝড়ের পর সৃষ্টি বিতর্কের কথা উল্লেখ করেন: আমি বিভিন্ন সংবাদপত্রের কিছু বিখ্যাত ব্যক্তিত্বের কথা স্মরণ করতে পারি যারা ভেঙ্গে পড়া বাড়ির উপর দাঁড়িয়ে ছিল।Eu me lembro vividamente de personalidades bem conhecidas dos jornais de pé sobre os escombros das casas em Lower Ninth [Nova Orleans, Lower Ninth Ward, um bairro] proclamando que ‘neste momento no próximo ano, vamos ver as famílias de volta para suas casas'.
6তাদের এইসব বাড়ি লোয়ার নাইন্থ নামক এলাকায় অবস্থিত [লোয়ার নাইন্থ যুক্তরাষ্ট্রে নিউ অর্লিয়েন্সের এক এলাকা]।Algumas ONGs bem-intencionadas, que normalmente têm pouca experiência de construção, são ainda piores - ‘vamos ter 25.000 haitianos de volta para casa se você doar hoje'.
7তারা দাবি করছিল, এবার আমরা বলতে পারি, সামনের বছর আমরা আমাদের পরিবারকে ঘরে ফিরিয়ে আনতে পারব।Na realidade, assim é como tudo realmente se parece:
8কিছু বিখ্যাত বেসরকারি প্রতিষ্ঠান, যাদের গৃহ নির্মাণের ব্যাপারে সামান্য অভিজ্ঞতা ছিল, তারাই বাড়ি নির্মাণের কাজ করেছে।
9এখানকার পরিস্থিতি এখন তারচেয়ে খারাপ- যদি আপনারা আজ কোন কিছু দান করেন, তা হলে আমরা ২৫,০০০ হাইতিবাসীকে ঘরে ফিরিয়ে আনতে পারব:
10• প্রাক-পরিকল্পনা মূল্যায়ন এবং ক্ষতি বিশ্লেষণ (চলছে, একবছর ধরে চলবে) • সম্প্রদায়গত সম্পদের উৎস তৈরির জন্য এক কেন্দ্র নির্মাণ এবং পুনঃনির্মাণ স্টুডিও বা এলাকা তৈরি (৬সপ্তাহ থেকে ৩ মাস সময় লাগবে) • ভূমি এবং জমির মালিকানা নির্ধারণ (৬ মাস থেকে ৫ বছর সময় লাগবে) • ক্রান্তিকালিন বা বিশেষ সময়ের জন্য আশ্রয়কেন্দ্র, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং সম্প্রদায়ের আশ্রয়স্থলের কাঠামো নির্মাণ (৬ মাস থেকে ২ বছর সময় লাগবে) • স্কুল, হাসপাতাল এবং বিভিন্ন গণ কাঠামো নির্মাণ (৯ মাস থেকে ৩ বছর) • স্থায়ি বসতি নির্মাণ (১ বছর থেকে ৫ বছর সময় লাগবে)
11প্রথমিক যে সংবাদ পাওয়া যায় তাতে বেশিরভাগ ক্ষতির কারণ হাইতিতে ভবন নির্মাণের আদর্শ মানার ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন।
12অর্থ ইনিস্টিটিউটের স্টেট অফ দি প্লানেট ব্লগে খারাপ ভাবে ভবন নির্মাণের উপর মনোযোগ প্রদান করা হয়েছে:Os primeiros relatórios sobre os danos apontaram principalmente para as normas de construção negligentes no Haiti.
13ভাঙ্গা বাড়ির টুকরা এইসব ভয়াবহ ভিডিওতে দেখা যাচ্ছে, যে ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের আহ্বান ধরনের জানাচ্ছি।No blog State of the Planet [Estado do Planeta, en] do Earth Institute (Instituto da Terra), o foco estava na má construção:
14যেখানে সিমেন্টের জমাট বাধা উপাদান ব্যবহার করা হয়, সেখানে কেবল সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এটা বাড়ি বানানোর এক পদ্ধতি।Grande parte do entulho visto nos terríveis vídeos aos quais estamos agora terrivelmente acostumados é composto de blocos de cimento - e apenas cimento.
15বিশ্বের সবচেয়ে গরিব অংশ এই পদ্ধতিতে বাড়ি বানিয়ে থাকে।Este é o estilo tão típico de regiões mais pobres do mundo.
16সঠিক ভাবে বাড়ি বানানোর জন্য কেবল সিমেন্ট দিয়ে বাড়ি বানানো যথেষ্ট নয়; দামি সিমেন্টের সাথে থাম এবং দেওয়াল নির্মাণ জরুরী।
17এর সাথে সঠিক মাত্রার বালু এবং স্টিলের বিশেষ পাত (যাদের বলা হয় বার ও রিবার) দিয়ে তা জোড়া দেওয়া প্রয়োজন। এসবকিছু বাড়িকে টিকে থাকতে শক্তি জোগায়।Só o cimento não é suficiente; colunas e paredes devem ser construídas com cimento de alta qualidade, com direito a quantidade de areia e aço com costura através de varões - vergalhões.
18পরবর্তী সময়ে যদি আপনি ভিডিও দেখেন, তা হলে স্থির দৃশ্যে খেয়াল করবেন হাইতির ক্ষতিগ্রস্ত কোন বাড়িতেই রিবার বা বিশেষ স্টিলের পাত রয়েছে কিনা।
19আমি কোথায় রিবার বা স্টিলের পাত দেখিনি।Isso é o que lhes dá força.
20তবে এখানকার বাসিন্দা এডলফ সেইন্ট লুইস ৪৯ বছর বয়স্কা এক মহিলার কথা শোনা যাক।Da próxima vez que você olhar para um vídeo ou uma imagem de edifícios danificados no Haiti, procure vergalhões.
21তিনি এই ভূমিকম্প থেকে বেঁচে গেছেন।Eu não vi nenhum ainda.
22তিনি পোর্ট অ প্রিন্সের নিউ আমেরিকান মিডিয়ার কাছে এক সাক্ষাৎকার দেবার সময় যা বর্ণনা করেন, তাতে বলা নির্মাণের বিষয়টি হালকা ভাবে করার চেয়ে জটিলভাবে করা হয়।Mas Adolphe Saint Louis, uma sobrevivente do tremor de 49 anos de idade entrevistada em Porto Príncipe pela New American Media [en], descreve algo mais complicado do que o concreto duvidoso.
23তার ঘর নির্মাণে বিভিন্ন সময় বেশ কিছু বাড়িত উপাদান যোগ করে তৈরি করা হয়েছে-তাতে রিবার বা স্টিলের পাত সংযুক্ত করা হয়েছিল।
24তিনি জানান তাদের বড়সড় পরিবারকে এক ছাদের নিচে রাখার জন্য এবং পরিবারের সবাই মিলে বাড়ি বানানোর টাকা ভাগাভাগি করার ফলে বাড়িটিকে বিশাল করে বানানো হয়। এর বিশেষ উদ্দেশ্য ছিল।Sua casa foi construída como uma série de adições, - e com vergalhões, diz ela - para manter uma família sob o mesmo teto, e compartilhar os custos da construção em família.
25কিন্তু এটি প্রমাণ করে যে এভাবে বাড়ি নির্মাণ বিপর্যয়ের সৃষ্টি করে এবং ভূমিকম্পের সময় বাড়ির কাঠামো বাড়িটিকে ধরে রাখতে ব্যর্থ হয়।Tornar o edifício expansível serviu a uma função importante, mas que se revelou catastrófica quando a estrutura falhou.
26হয়তো আপনার কন্যা বিয়ে করবে এবং তখন তার ও তার স্বামীর জন্য একটা ঘরের প্রয়োজন হবে। আপনি কেবল একটি ঘর বানাতে পারেন।Talvez suas filhas se casem e elas precisam de um lugar para estar, para elas e seus maridos.
27আপনার ঘরে আরেকটি দেওয়াল তুলে দিতে পারেন এবং তার উপর একগাদা টিন বসিয়ে দিতে পারেন।Você pode construir apenas um quarto sobre o telhado de sua casa e colocar um telhado de zinco nele.
28যখন আপনার অনেক টাকা হবে তখন আপনি আরো কয়েকটি ঘর তৈরি করতে পারেন, অথবা পুরো মেঝের কাজ শেষ করতে পারেন এবং বাড়িটির জন্য একটি পুরো নতুন ছাদ তৈরি করতে পারেন।Então, quando você tem mais dinheiro, você pode adicionar mais quartos ou terminar todo o piso e criar um novo teto para o edifício.
29আমরা আমাদের বাড়ি এভাবেই তৈরি করেছি।Isso é o que nós fizemos na minha casa.
30আমরা কিছু নতুন ঘর এবং বাড়ির জন্য একটা নতুন ছাদ বানিয়েছিলাম।Nós adicionamos algumas salas e um novo telhado para nossa casa.
31সামনের ঘরে আমার ভাতিজা থাকত, এবং আমার মেয়ে ও মেয়ে জামাইয়ের জন্য পেছনে একটা বড়সড় কক্ষ ছিল। যেভাবে আমরা এটা তৈরি করেছিলাম, তা ছিল এক আনন্দদায়ক ব্যাপার।Havia um lugar para o meu sobrinho viver na frente e um grande espaço para a minha filha e o marido dela atrás.
32টবের উপরে আমরা অনেক চারাগাছ ও ফুলগাছ লাগিয়েছিলাম।A maneira como fizemos, foi tão agradável.
33বাইরের সিঁড়ির পাশে এগুলোকে রাখা হয়েছিল কারণ আমার মেয়ে প্রকৃতিকে খুব ভালোবাসে।Colocamos muitos vasos de plantas e flores em torno, no lado de fora da escada porque minha filha adora muito a natureza.
34যখন তার জন্য তৈরি করা আমাদের এই বাসা সে দেখত তখন তাকে কত না আনন্দিত দেখাত।Ela ficou tão feliz quando viu o lugar que nós fizemos para ela.
35কিন্তু যখন ভূমিকম্প এল, আমরা সকল কিছু হারিয়ে ফেললাম..Mas quando veio o terremoto, perdemos tudo.
36ঘরের মেঝে ভেঙ্গে পড়লো। উপরের মেঝে ভেঙ্গে নিচেরটার উপর পড়ল।Os andares das casas caíram, um em cima do outro.
37তিনি দাবি করেন যে পুনরায় নির্মাণ বা রি-ইনফোর্সমেন্টের মাধ্যমে ঘরের আকার বাড়ানো হয়েছে:Ela afirmou que o sistema de expansão incluia um reforço:
38হাইতিতে যখন কেউ বাড়িতে বাড়তি ঘর বানাতে চায়, তখন সে প্রথমে ঘরের ছাদ বাড়ায়, যা কনক্রিট বা সিমেন্ট ইত্যাদির তৈরি।No Haiti, quando você deseja ampliar sua casa, você constrói em cima do telhado, que é concreto sustentado por pilares ou paredes fortes no andar de baixo.
39মেঝেতে তৈরি করা কোন থাম বা কোন শক্ত দেওয়াল দিয়ে এই ছাদের শক্তি বৃদ্ধি করা হয়।Um pedreiro constrói novos muros de blocos de concreto para fazer um quarto ou para incluir toda a área para adicionar um novo piso para a casa.
40এক রাজমিস্ত্রী নতুন কনক্রিটের দেওয়াল তৈরি করে একটা নতুন ঘর তৈরি করার জন্য, অথবা সে পুরো এলাকাটি ঘিরে সেই বাড়িতে নতুন ঘরের জন্য একটা নতুন মেঝে তৈরি করে।Alguns blocos têm buracos para permitir que o ar circule e se o pedreiro é talentoso, ele irá usar os blocos para fazer um bonito padrão ou tipo de janela decorativa.
41কিছু ব্লক বা দেওয়ালের গায়ে গর্ত থাকে। যাতে এইসব গর্ত দিয়ে বাতাস প্রবাহিত হতে পারে।O peso-rolamento de blocos são sempre sólidos e têm armaduras de metal que atravessam o meio para apoiar a estrutura da casa.
42যদি রাজমিস্ত্রীর বুদ্ধি থাকে তা হলে সে এই ব্লক দিয়ে সুন্দর নকশা তৈরি করে অথবা সে এই বিশেষ সজ্জা করা জানালা তৈরি করে।Quando a ampliação for concluída, o pedreiro vai deixar os vergalhões expostos, a fim de que outro andar possa ser adicionado mais tarde, se for necessário.
43এই সমস্ত ব্লক বা দেওয়ালগুলো ছাদের ওজন সহ্য করতে পারে, এগুলো খাঁটি এবং ধাতুর রিবার বা পাতের তৈরি, যা মাঝ বরাবর লাগানো থাকে, ঘরের কাঠামোকে টিকিয়ে রাখার জন্য।
44যখন এই অতিরিক্ত ঘর তৈরি করা শেষ হয়, তখন মিস্ত্রী এই রিবারগুলোর খানিকটা অংশ বের করে রাখে, যদি প্রয়োজন হয় তা হলে আবার ঘরের এক নতুন অংশ তৈরি করার জন্য। কানাডার এক পুষ্টিবীদ হাইতিতে বাস করেন।Uma nutricionista canadense vivendo no Haiti, Ellen in Haiti [Ellen no Haiti, en], descreve sua entrada na casa de um amigo - identificado apenas como M - que acabara de comprar a casa construída com pedra em vez de concreto.
45তার ব্লগ এলেন ইন হাইতি।O projeto antigo também falhara:
46তিনি তিনি তার এক বন্ধুর ঘর পরীক্ষার বিষয়টি বর্ণনা করছেন- তার বন্ধুকে তিনি এম হিসেবে পরিচয় করিয়ে দেন-মি: এম; কিছুদিন আগে কনক্রিটের বদলে পাথর দিয়ে বাড়ি বানান।Esta casa é feita de rochas preenchidas com barro/argila e coberto com algo parecido com cimento ou gesso; a forma como essas casas foram feitas antes em blocos de concreto pegou no Haiti.
47এই পুরোনো ধাচের বাড়িটিও ভূমিকম্পে টিকে থাকতে ব্যর্থ হয়েছে:As rochas em uma parede tombaram, deixando a casa inabitável.
48এই বাসা ছিল পাথরের তৈরি যা কাদামাটি দিয়ে আটকানো হয়েছিল এবং পাথরগুলোকে ঢাকা হয়েছিল সিমেন্ট অথবা চুন-সরকি বা প্লাস্টার দিয়ে।
49কনক্রিটের ব্লক দিয়ে ভবন নির্মাণের আগে হাইতিতে যেভাবে বাড়ি বানানো হত এটি সেই ভাবে বানানো হয়েছে।
50ভূমিকম্পে একটি দেওয়ালের সব পাথর ধ্বসে পড়েছে। এর ফলে বাসাটি আর বাসযোগ্য নয়।A família está vivendo no alpendre da cozinha, que nunca teve o luxo de quatro paredes.
51এই পরিবার এখন রান্নাঘরের এক চাপা গলিতে কোন রকমে বাস করছে, যার চার দেওয়াল তৈরি করার মত বিলাসিতা করে সম্ভব ছিল না।
52এখন খড়ে ছাওয়া ছাদের নিচে একগাদা লোকজন বাস করছে, যেখানে তারা বৃষ্টি বা খারাপ আবহাওয়ায় সহজেই আক্রান্ত হবে।Seus bens estão todos empacotados sob o telhado de sapé, onde estarão suscetíveis à chuva e mau tempo.