Sentence alignment for gv-ben-20080810-1113.xml (html) - gv-por-20080810-1199.xml (html)

#benpor
1জর্জিয়া: দক্ষিণ ওসেটিয়ায় যুদ্ধGeórgia: Guerra na Ossétia do Sul
2দক্ষিণ ওসেটিয়া সংকটের বিস্তারিত ও তাজা খবরের জন্যে গ্লোবাল ভয়েসেস বিশেষ কাভারেজ পাতা দেখুনVeja a página de cobertura especial [en] do Global Voices sobre a crise na Ossétia do Sul.
3জর্জিয়ার দক্ষিণ ওসেটিয়ার বিচ্ছিন্নবাদীদের দ্বারা জর্জিয়ার গ্রামে বোমাবর্ষণের অভিযোগ ও বিক্ষিপ্ত সংঘর্ষের পর ভীতি ছড়িয়ে পরেছে যে আবার দক্ষিণ ককেশাসে যুদ্ধ ছড়িয়ে পড়বে।Na sequência dos confrontos e alegações de bombardeamento de aldeias na Geórgia por grupos separatistas na região da Ossétia do Sul, brota o receio de que mais uma vez a guerra comece no volátil sul do Cáucaso.
4প্রচার মাধ্যমে রিপোর্ট আসছে যে জর্জিয়ার সেনারা রাজধানি তস্কিনভ্যালি ঘিরে রেখেছে এবং সবাই এখন দেখতে চাচ্ছে যে রাশিয়া নতুন এই অগ্রগতিতে কি প্রতিক্রিয়া দেখায়।Com a imprensa relatando que tropas da Geórgia cercaram a capital [en], Tskhinvali, toda a atenção se volta para a Rússia, a espera de como o país reagirá aos últimos acontecimentos.
5আন্কেল_ভানিয়া ব্যাটেলফোরামসে লিখেছেন যে এটা (সত্যিকারের) যুদ্ধ :Escrevendo no BattleForums em 8 de agosto, Uncle_Vanya afirma que trata-se de guerra [en]:
6গতকাল মাত্র যুদ্ধ শুরু হয়েছে, জর্জিয়া বিশাল সেনা হামলা শুরু করেছে দক্ষিণ ওসেটিয়া দখলের জন্য, আর এ পর্যন্ত ১৫ জন বেসামরিক লোক মারা গেছে।
7দক্ষিণ ওসেটিয়ার রাজধানী তস্কিনভ্যালিকে জর্জিয়ার সেনারা ঘিরে রেখেছে আর জর্জিয়ার বিমানবাহিনী ক্রমাগত হামলা করছে।
8মাত্র কয়েক মিনিট আগে রাশিয়ার শান্তিরক্ষীদের সদরদপ্তর জানিয়েছে যে রাশিয়ার শান্তিরক্ষীদের ব্যারাকে অস্ত্র হামলা হয়েছে আর অনেক মানুষ আহত হয়েছে।
9রাশিয়া যুদ্ধে যাচ্ছে, সেনা মোতায়েন এখনো হয়নি কিন্তু শান্তিরক্ষী আহত হওয়ার পর আমাদের আর কিছু করার নেই, রাশিয়া জর্জিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে গেছে।
10রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে যে রাশিয়ার এসইউ-২৪ বিমান জর্জিয়ার কারেল শহরে বোমা ফেলেছে।A guerra acabou de começar ontem, a Geórgia deu início a uma maciça operação militar para capturar a Ossétia do Sul, até agora foram contabilizadas 15 mortes de civis.
11শহরের প্রধান পুলিশভবন বোমায় ক্ষতিগ্রস্ত হয়েছে তবে প্রানহানির কোন খবর আসে নি।Tshinvali, capital da Ossétia do Sul, está cercada por forças da Geórgia e sendo triturada pelas forças aéreas daquele país.
12আমি যেমন বলেছি, রাশিয়ার সৈন্যরা ইতোমধ্যে উত্তর ওসেটিয়ার সীমান্তে জড়ো হতে শুরু করেছে এবং সংঘর্ষের কেন্দ্রস্থলে আজ কোন এক সময় অবস্থান নেবে।Há poucos minutos o quartel general das forças de manutenção da paz na região informou que houve alvejamento direto sobre os alojamentos das forças de paz russas e houve feridos.
13এই অন্চলে অবস্থিত রাশিয়ান শান্তিরক্ষী বাহিনীকে জর্জিয়া সংঘাতের একটি পক্ষ মনে করে। এবং পরিস্থিতি আরও জটিল হয়েছে কারন দক্ষিণ ওসেটিয়ার অধিকাংশ জনগণেরই রাশিয়ার নাগরিকত্ব (পাসপোর্ট) রয়েছে।A Rússia está indo à guerra, ainda não enviamos tropas, mas com membros de nossa força de paz feridos agora não temos outra escolha, a Rússia está de fato em estado de guerra contra a Geórgia.
14অনেক প্রচার মাধ্যম জানাচ্ছে যে রাশিয়া জর্জিয়ার কেন্দ্রস্থলের নিশানায়ও আঘাত করছে। বি এন্ড সি গো টু জর্জিয়া ব্লগ (একজন পিস কর্পস স্বেচ্ছাসেবকের ব্লগ) ইতোমধ্যে জানিয়েছে যে এটি সত্যি হতে পারে:Há um relatório do Ministério da Defesa da Geórgia que diz que uma esquadrilha russa de Su-24 fez um ataque aéreo soltando bombas na cidade de Karel, na Geórgia, deixando a principal delegacia de polícia da cidade bastante destruída com os bombardeios, não há relatos de vítimas até o momento.
15ব্রেন্ডেন সকালে খাশুরির উদ্দেশ্যে রওনা হয়েছে প্রশিক্ষনার্থীদের একটি সেসনে যোগদান করতে.. কিন্তু আমি তিবলিসিতে থেকে গিয়েছি।Como eu disse, há algumas semanas as forças russas se posicionaram na fronteira entre Ossétia do Norte e Ossétia do Sul e provavelmente começarão a se mobilizar em direção à zona de conflito em algum momento do dia. […]
16তার আজ বিকেলে তিবলিসিতে ফেরার কথা ছিল। কিন্তু গোরি বার হবার পর তারা দেখল যে প্রধান রাস্তা উড়িয়ে দেয়া হয়েছে (আমার মনে হয় কোন ইংরেজী সংবাদ মাধ্যমে এটি প্রচারিত হয়নি)।A Geórgia já considera a presença das forças de paz russas no território como parte do conflito, e a situação se torna ainda pior pelo fato da maior parte das pessoas da Ossétia do Sul terem passaportes russos.
17এসব প্রমাণ করে যে জর্জিয়ায় আমাদের অবস্থানকালে এটিই সবচেয়ে খারাপ পরিস্থিতি।Algumas veículos de comunicação relatam que a Rússia é acusada de ter de fato alvejado a Geórgia.
18এটি আমার নিজস্ব মতামত (পীস কর্পস বা আমেরিকান সরকারের নয়) যে পরিস্থিতি সম্পূর্ণ যুদ্ধাবস্থায় রুপ নিতে পারে।B & C Go To Georgia [B & C vai à Geórgia, en] um blog de um integrante da Peace Corps, relata que há indícios de que isso possa ser verdade [en]:
19এইড ওয়ার্কার ডেইলি একটি ভিডিও পোস্ট করেছে যার অপয়া শিরোণাম দিয়েছে “দক্ষিণ ওসেটিয়া - এটি যদি যুদ্ধ না হয় তাহলে কি আমি জানি না”। ওদিকে হরাইজনস আনলিমিটেড বিদেশী পর্যটকদের জর্জিয়া থেকে দুরে থাকতে বলেছে:Aid Worker Daily [Cotidiano de um trabalhador de ajuda humanitária, en] posta um vídeo e, preocupantemente, intitula a postagem de “Ossétia - Se não for guerra, não sei o que é”, enquanto Horizons Unlimited [Horizontes Ilimitados] aconselha os viajantes internacionais a ficarem longe da Geórgia [pt]:
20জর্জিয়াতে এটি এখন ঘটছে…দেশের সেনাবাহিনী বিচ্ছিন্নতাকামী দুই প্রদেশের একটি দক্ষিণ ওসেটিয়াতে ঢুকে পরেছে .. এবং রাশিয়ানরা তাদের ‘সাথীদের' রক্ষার জন্যে বদ্ধপরিকর।Tá tudo começando agora na Geórgia… A força militar da Geórgia invadiu uma das duas zonas que querem se tornar separatistas, na Ossétia do Sul… e os russos estão jurando defender os seus “compatriotas”.
21রাশিয়ার শান্তিরক্ষীবাহিনীরাও হতাহতদের মধ্যে রয়েছে।As forças de paz russas estão entre as vítimas.
22রাষ্ট্রপতি মেদভেদেভ তার প্রতিরক্ষা কাউন্সিলকে ডেকেছেন, প্রধানমন্ত্রী পুতিন জোর গলায় বলেছেন রাশিয়া এর জবাব দেবে।O Presidente Medvedev conclamou seu Conselho de Segurança, Primeiro Ministro Putin prometeu que vai haver uma resposta por parte da Rússia.
23জর্জিয়ার রাষ্ট্রপতি সাকাসভিলি রিজার্ভ সৈন্যদের ডেকেছেন।O Presidente da Geórgia Saakashvili convocou todos os reservistas.
24এই অঞ্চল থেকে দুরে থাকাই ভাল।Um lugar a ser evitado.
25নাখস্পিল অ্যাট পলেমার্কুস জানাচ্ছে যে দক্ষিণ ওসেটিয়ায় এই যুদ্ধ নতুন বিশ্ব মেরুকরনের জন্যে একটি বড় পরীক্ষা, তবে এই ব্লগার নিশ্চিত না যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পরিস্থিতিকে বাড়তে দেবে কি না:Nachspiel at Polemarchus' diz que o conflito na Ossétia do Sul é um teste para a Nova Ordem Mundial, mas não tem certeza se os Estados Unidos ou a Rússia permitirão que o incidente tome maiores proporções:
26আমি এ সম্পর্কে, এমনকি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ নই।[…] Não sou especialista nesta matéria, ou nem mesmo em relações internacionais.
27কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছি যে ঠান্ডা যুদ্ধের যে মৌখিক আস্ফালন, তার অনুপস্থিতি।Mas uma coisa eu percebo: a ausência de um tipo de retórica confrontacional categorizando uma guerra fria.
28বোঝা যাচ্ছে যে নেতারা নিজেরা এখনও মাঠে নামে নি, তাদের কুটনীতিকরাই যা বলার বলছে।Evidentemente, os grandes caras ainda não começaram a comentar, deixando o falatório para os diplomatas.
29কিন্তু এর মানে এটাও হতে পারে যে মস্কো আর ওয়াশিংটন একে একটি প্রধান আন্তর্জাতিক সংকটে পরিণত হতে দেবে না।Mas isso também pode significar que nem Moscou nem Washington estão dispostos a deixar que esse problema se transforme em uma grande crise internacional.
30এই যুদ্ধ কোল্ড ওয়ার পরবর্তী নতুন বিশ্ব মেরুকরনের জন্যে একটি বড় পরীক্ষা, কারন সংঘাতটি রাশিয়ার একেবারে দোরগোড়ায়।Este é um teste para a nova ordem mundial pós Guerra Fria, com a batalha explodindo na porta da Rússia.
31আশা করছি নিও কনজারভেটিভ রবার্ট কাগানের কথায় নতুন ঠান্ডা যুদ্ধের এটিই শুরু না হয়।Esperemos que esta não seja a prova da nova guerra fria que o neo-conservador Robert Kagan reivindica que esteja a caminho.
32এবং উপযুক্ত তথ্যের অভাবে এখনও এ সম্পর্কে ভবিষ্যৎবাণী করার সময় আসে নি।No momento, é demasiadamente cedo para fazer previsões mal-informadas.
33আমি ইউরোপীয়ান এবং আমেরিকার বিশ্লেষকদের আহ্বান করছি আমাদের জানাতে যে আমরা কি আশা করতে পারি।Estou esperando que os comentadores europeus e, mais tarde, os americanos, despertem e me digam o que podemos esperar.
34গ্রাউল অ্যাজ এ হাউজকীপার (রুশ ভাষায়) তার পাঠকদের পরিস্থিতির ব্যাখ্যা দিচ্ছে, এবং আরও জানাচ্ছে যে দক্ষিণ ওসেটিয়ার বেশ কটি ওয়েবসাইট ইতোমধ্যে হ্যাক্ড হয়েছে অথবা তাদের ব্লক করা হয়েছে।
35এই অঞ্চলে, যেখানে জিইয়ে রাখা সংঘাত এবং জাতিগত বিদ্বেষ স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে, টু কাপস অফ টি ব্লগ এই উপসংহারে এসেছে যে “সুন্দর দক্ষিণ ওসেটিয়া অঞ্চল যুদ্ধে বিদ্ধস্ত হচ্ছে“।
36যুদ্ধ আজ বিশ্বের একটি নতুন অঞ্চলে সম্প্রসারিত হল। যে কোন যুদ্ধেই সাধারণ নাগরিকদের বিয়োগান্ত পরিণতি ভোগ করতে হয়।groul as a'housekeeper está atualizando seus leitores sobre a situação, mas também relata que vários sites na Ossétia do Sul já podem ter sido hackedos ou bloqueados [ru].
37এই সংঘাতে জড়ানো পক্ষগুলোর কারও কাছেই এটি নতুন নয়। তবে এটি বেশ বেদনাদায়ক যে জর্জিয়া, রাশিয়া এবং দক্ষিণ ওসেটিয়া একটি শান্তিপূর্ণ সমাধানে আসতে পারল না।[ …]Mas numa região onde as tensões e conflitos étnicos paralisados ameaçam a estabilidade, talvez a última palavra deva ser deixada para two cups of tea [duas xícaras de chá] que diz que a “guerra está destruíndo a bela Ossétia do Sul” [en]:
38আমরা শুধুই আশা এবং প্রার্থণা করতে পারি যে ওসেটিয়া ও জর্জিয়ার মানুষদের প্রতি ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে তাদের কথা শোনার ইচ্ছা প্রকাশ করলেই বেদনা এবং যুদ্ধের পরিণতি এড়ানো সম্ভব।Só nos resta esperar e rezar para que a paz, a fraternidade e a vontade de ouvir as populações da Ossétia e Geórgia ganhem em relação à dor e à guerra.
39পরবর্তীতে সাম্প্রতিক খবর এবং আরও বিস্তারিত জানানো হবে।Mais atualizações virão na sequência.