# | ben | por |
---|
1 | ব্রাজিলে প্রতিবাদের পোস্টার বৈচিত্র্য | Os protestos de 2013 no Brasil através de cartazes |
2 | ২০১৩ সালের মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত পুরো সময় জুড়ে প্রতিবাদকারী জনসাধারণ ব্রাজিলের রাজপথে অবস্থান নিয়েছিল। | |
3 | সাও পাওলো, রিও, পোর্তো আলেগরি, ব্রাসিলিয়া, ফোরতালেজা শহরগুলোকে তাঁরা প্রতিবাদের ঝড়ে কাঁপিয়ে তুলেছে। এই শহরগুলো ছাড়াও সারা দেশ ব্যাপী আন্দোলনে আরও কয়েক ডজন শহর কেঁপে উঠেছে। | De maio a julho de 2013, multidões de manifestantes foram às ruas e fizeram estremecer as cidades de São Paulo, Rio, Porto Alegre, Brasília e Fortaleza, entre dezenas de outras cidades por todo o Brasil. |
4 | বৃহৎ আকারের এই সামাজিক আন্দোলন একটি অনুভূতি নিয়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করেছে। এটি এমন এক অনুভূতি যা এখনও মানুষের মাঝে উদয় হয়নি। | Quase um ano depois, os protestos ainda despertam intensos debates e consolidam-se como um grande fenômeno social, dando a impressão de que algo mais está por vir. |
5 | “আমাদের নাম সাহস, সংগ্রাম করা আমাদের অধিকার” ব্রাজিলের রাজনৈতিক জীবনে প্রতিবাদ খুব সাধারণ একটি বিষয়। | Embora protestos sejam muito comuns na vida política brasileira, os que aconteceram em 2013 surpreenderam pelo modo e a intensidade como se deram. |
6 | কিন্তু গত বছরের আন্দোলনটির সুস্পষ্ট কিছু বৈশিষ্ট্যের কারণে এটি জনগণকে বেশ অবাক করেছে। | |
7 | তরুণ প্রজন্ম প্রতিবাদ জানাতে রাজপথে অবস্থান নিয়েছে। | Gerações de adolescentes e jovens tomaram as ruas, em sua maioria pela primeira vez. |
8 | তরুণদের বেশিরভাগই এই প্রথম কোন আন্দোলনে অংশ নিল। তারা কোন রাজনৈতিক দল অথবা সামাজিক বিক্ষোভ প্রদর্শনকারী দলের সদস্য নয়। | Muitos deles não eram vinculados a partidos políticos ou a movimentos sociais, e se mobilizaram através de discussões e posts nas mídias sociais, discutindo com amigos e conhecidos. |
9 | এসবের পরিবর্তে তারা অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার মাধ্যমে তাদের বন্ধুবান্ধব এবং পরিচিতজনদের আন্দোলন করতে সমবেত করেছে। | |
10 | “ক্ষমতাবানেরা জেগে ওঠো” এবং “রাজপথে এসো” ধরনের বাণিজ্যিক স্লোগানগুলোকে তারা পরাহত করেছে এবং জনগণকে তাদের আন্দোলনে সামিল হতে আমন্ত্রণ জানাতে ব্যবহার করেছে। | |
11 | তাদের আন্দোলনের বিভিন্ন সমালোচনার ইস্যু এবং দাবিগুলো বেশ বৈচিত্র্যময়। | Slogans comerciais como “o gigante acordou” e “vem pra rua” foram subvertidos e usados como convite de protesto. |
12 | ইস্যুগুলোর মধ্যে আছে জীবনধারণের উচ্চমূল্য, দূর্নীতি, ফিফা বিশ্বকাপের জন্য হস্তক্ষেপ, গণশিক্ষার মান, স্বাস্থ্য সেবা এবং বর্তমান রাজনৈতিক ব্যবস্থার উপর অনাস্থা ইত্যাদি। | |
13 | মজার ব্যাপার হচ্ছে, একটি মাত্র হাঁটা কর্মসূচীতে এই ইস্যুগুলো একসাথে তুলে ধরা হয়েছে। ব্যানার, সমস্বরে স্লোগান দেওয়া এবং পোস্টারের মাধ্যমে জানানো দাবিগুলোকে প্রতিধ্বনিত করে এই ইস্যুগুলোর প্রতি সমর্থন জানানো হয়েছে। | Além disso, as pautas de críticas e demandas mostraram-se muito diversas, tais como o alto custo de vida, corrupção, intervenções e obras para a Copa do Mundo da FIFA, qualidade da educação pública, atendimento em hospitais e uma descrença no atual sistema político. |
14 | পেছনে ফিরে তাকালে তাদেরকে এখন হয়তোবা এই মুহূর্তের প্রমাণ স্বরূপ প্রতিবাদ জানাতে দেখা যাবে। | E todas essas questões poderiam coexistir numa só passeata. Pautas e críticas encontraram suporte para difusão em faixas, gritos de guerra e cartazes. |
15 | “জাগিয়ে তোলার” মাধ্যম হিসেবে পোস্টারগুলো প্রতিবাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। | Olhando para trás, esses suportes podem ser analisados como documentos do momento e das formas de “acordar” para protestos. |
16 | টাম্বলার ব্লগ কারতাজে দোস প্রোতেস্তসের জন্য এগুলো রসদও প্রদান করেছে। | À época, por exemplo, os cartazes foram tomados como inspiração para uma música de protesto. |
17 | সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা প্রতিবাদ পোস্টারগুলোকে এই ব্লগের মাধ্যমে একত্রিত করা হয়েছে। | Cartazes também serviram de material para o Tumblr Cartazes dos Protestos, que reúne dezenas de fotos que circularam nas redes sociais. |
18 | এই সংগ্রহের মাধ্যমে যে কেউ সারা দেশ জুড়ে হওয়া আন্দোলনের দাবি, সমালোচনা এবং প্রতিবাদকারীদের সংগ্রামের বিচিত্রতা দেখতে পাবেন। | |
19 | এই দাবিগুলোর মাঝে সব ধরনের চিন্তা চেতনার সমন্বয় ঘটানো হয়েছে। প্রগতিশীল ধারণা থেকে শুরু করে সংকটময় এবং অসহনীয় বিষয়গুলো ও কুসংস্কারাচ্ছন্ন ব্যাপারগুলোও এখানে তুলে আনা হয়েছে। | Através da coleção, o leitor pode passear pela diversidade de demandas, críticas e lutas sociais que pipocaram pelo país, nas mais diversas perspectivas: das mais progressivas e críticas às mais intolerantes e preconceituosas. |
20 | “এটা একটা উপায় যার মাধ্যমে মেয়র আপনাকে দেখছেন।” - | A seguir, fazemos uma seleção de alguns desses cartazes. |
21 | স্পাইডারম্যানের সাজে সজ্জিত এক লোক ট্যাক্সের সমালোচনা করে লেখা একটি পোস্টার ধরে আছেন। | Um homem fantasiado de Homem-aranha criticou os impostos no país, segurando um cartaz que dizia “Nem super-herói aguenta tanto imposto!” |
22 | পোস্টারটিতে লেখা আছে, “এমনকি একজন সুপারহিরোও এত বেশি ট্যাক্স সহ্য করতে পারে না!” | |
23 | ; আরেকটি পোস্টারে পতিতা হাঁটা কর্মসূচীর বরাত দিয়ে লেখা আছেঃ “আমি কোন সরকারী পতিতা নই! | |
24 | আমি একজন স্বাধীন পতিতা হতে চাই!” | ; outro cartaz declarou “Cansei de ser uma prostituta do governo! |
25 | ; ধর্মপ্রচারক এবং রাজনীতিবিদ ফেলিসিয়ানোর বিরুদ্ধে পোস্টারে লেখা হয়েছে, “রাজনীতিবিদদের বিকল্প হিসেবে চিকিৎসা করা প্রয়োজন”। | |
26 | কারন, তিনি সমকামীদের “চিকিৎসার” জন্য একটি আইন পাস করার প্রস্তাব তুলেছেন। দেশটির মূলমন্ত্র “শান্তিশৃঙ্খলা এবং প্রগতি” উক্তিটির বরাত দিয়ে পোস্টারে লেখা হয়েছে, “চলুন, প্রগতির দেখা পেতে শান্তিশৃঙ্খলাকে নাড়া দিই”। | Quero ser uma vadia livre!”, em referência à Marcha das Vadias; o cartaz “Quem precisa de cura são os políticos, InFeliciano” se posicionou contra o pastor e deputado Marcos Feliciano, que propôs em 2013 uma lei que autorizava “curas” para homossexuais; o cartaz “Abalemos a ordem para que então tenhamos progresso!” fez referência ao lema do país, “Ordem e Progresso”. |
27 | এই বার্তাগুলো প্রচারের পাশাপাশি কিছু কৌতুক পূর্ণ এবং শ্লেষ পূর্ণ বার্তাও পোস্টারে লেখা হয়েছে। | Mensagens descontraídas e irônicas também tiveram seu espaço, como prova este cartaz: “Eu podia tá upando [arquivos], mas tô [aqui] protestando”. |
28 | যেমন, একটি পোস্টারে লেখা হয়েছে, “[ঠিক এই মূহুর্তে] আমি হয়তোবা ফাইল দেখে ছাড়তে পারতাম, তা না করে আমাকে এখানে প্রতিবাদ করতে হচ্ছে”। | |
29 | ফিফা বিশ্বকাপ ২০১৪ আগমনের সাথে সাথে ঠিক কিছু সময় পরে অর্থাৎ অক্টোবর মাসে প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় গভর্নর এবং কার্যনির্বাহী পদগুলোতে নির্বাচন ঘনিয়ে আসছে। | |
30 | আর তাই নতুন নতুন প্রতিবাদ কর্মসূচী এবং যুদ্ধোদ্যম শুরুর আশঙ্কা করা হচ্ছে। প্রতিবাদকারীদের ব্যানার এবং সমস্বরে স্লোগান দেয়ার জন্য আবার কাজে নামার সময় এসেছে। | Novos protestos e mobilizações são esperados, na medida em que a Copa do Mundo de 2014 se aproxima, acompanhada logo em seguida das eleições para presidente, governadores e outros cargos legislativos em outubro. |
31 | অবশেষে আরেকটি পোস্টারে লেখা হয়েছেঃ “নীরবতা পালন করে কোন দেশে পরিবর্তন আনা যাবে না”। | Poderá ser, novamente, um tempo prolífico para cartazes, faixas e gritos de guerra, afinal, como bem disse outro cartaz: “País mudo não muda”. |