# | ben | por |
---|
1 | আন্দালুসিয়ার সংসদে গানের মধ্য দিয়ে প্রতিবাদ জানালেন তিন জন ফ্লামেনকো গায়ক | Assista três cantores de flamenco interromperem o parlamento de Andaluzia para protestar com uma música estrondosa Screenshot do protesto do FLO6x8 no parlamento de Andaluzia. |
2 | আন্দালুসিয়ার সংসদে ফ্লো৬এক্স৮ (FLO6x8) দলটির প্রতিবাদের ভিডিও এর স্ক্রিনশট। | Esta matéria contém links que levam à páginas em espanhol e inglês, caso você queira se aprofundar no assunto. |
3 | দক্ষিণ স্পেনের অঞ্চল আন্দালুসিয়াতে ফ্লামেনকো শিল্পের প্রচলন রয়েছে। এটি লোকশিল্পের একটি ধারা। | A Andaluzia é lar do flamenco [en], um estilo de arte popular conhecido por sua música emocional, cantores poderosos e dança sedutora. |
4 | এটি তাঁর আবেগময় সংগীত, বলিষ্ঠ গায়কী এবং প্রলুব্ধকারী নাচের জন্য পরিচিত। এসব গানের কলিতে ভালোবাসা এবং হারানো ভালোবাসার কথা বলা হয়েছে। | As letras das músicas geralmente falam de amor e amor perdido, mas também tratam de dor, pobreza e tristeza - temas que muitos moradores desta comunidade autônoma espanhola conheceram de perto nos últimos anos. |
5 | শুধু তাই নয়, তাঁর সাথে সাথে ব্যাথা, দারিদ্রতা এবং দুঃখ নিয়েও গান লেখা হয়েছে। | A Espanha fez cortes dolorosos nos gastos, uma vez que tem lutado contra uma devastadora crise econômica nos últimos anos. |
6 | এমন সব বিষয় নিয়ে এই গানগুলো লেখা হয়েছে যা বর্তমান সময়ের অনেক আন্দালুসিয়ানবাসী তেমন ভালোভাবে জানেন না। | |
7 | গত কয়েক বছর ধরে স্পেন ধ্বংসাত্মক অর্থনৈতিক সংকটের সাথে সংগ্রাম করার কারণে রাষ্ট্রীয় ব্যয় বেদনাদায়কভাবে কমিয়ে আনা হয়েছে। | |
8 | সারা দেশ জুড়ে দরিদ্র এবং বেকার লোকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। | O número de pobres e desempregados aumentou em todo o país, mas Andaluzia tem sido a principal atingida. |
9 | তবে আন্দালুসিয়াতে বিশেষভাবে এই প্রভাব পড়েছে। | Protestos são comuns, mas um grupo fez o deles exclusivamente ao estilo andaluz. |
10 | আন্দালুসিয়ানে প্রতিবাদ কর্মসূচী পালনের বিষয়টি খুবই সাধারণ একটি বিষয় হলেও, একটি দল অভিনব উপায়ে তাঁদের প্রতিবাদ জানিয়েছে। | |
11 | জুনের শেষ দিকে ফ্লামেনকো বিশ্বের সাথে যুক্ত একটি গ্রুপের তিনজন সক্রিয় কর্মী এই প্রতিবাদ জানায়। গ্রুপটির নাম এফএলও৬*৮। | No final de junho, três membros do FLO6x8 [es], um grupo de ativistas que possui vínculos com o mundo do flamenco, interromperam o parlamento regional manifestando-se contra o desemprego, a corrupção e a crise cantando músicas nesse estilo. |
12 | তারা এক জনের পর একজন ফ্লামেনকো রীতিতে গান গেয়ে তাদের আঞ্চলিক সংসদ কার্যক্রমকে ব্যাহত করেছেন। | |
13 | তারা ফ্লামেনকো রীতিতে বেকারত্ব, দুর্নীতি এবং অর্থনৈতিক সংকট নিয়ে কথা বলেছেন। | |
14 | প্রতিবাদকারীরা গান গাইতে শুরু করার খুব অল্প সময়ের মধ্যে প্রতিবার দর্শক গ্যালারি থেকে তাদেরকে বের করে দেয়া হয়েছে। | |
15 | এ সময়ে এই প্রতিবাদটি প্রচার মাধ্যম ধারণ করে সম্প্রচার করে। | A cada vez, os manifestantes foram retirados da galeria pública logo após começarem a cantar. |
16 | প্রতিবাদের একটি সংশোধিত ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়েছে। পোস্ট করার পর থেকে এ পর্যন্ত ভিডিওটি খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। | A manifestação recebeu cobertura da mídia na época, e um vídeo editado foi postado no Facebook, tornando-se viral, com mais de 48 mil compartilhamentos. |
17 | এ পর্যন্ত ৪৮,০০০ বার তা শেয়ার করা হয়েছে। | Assista ao protesto performático abaixo com legendas em inglês: |
18 | এই অভিনব প্রতিবাদ কর্মসূচীটির ভিডিও নিচে দেখতে পাবেন। ভিডিওটির সংলাপ ইংরেজী ভাষায় অনূদিতঃ | O primeiro cantor criticou a falta de empregos na Espanha, o que levou muitos jovens espanhóis a deixarem o país à procura de trabalho em outros lugares [en]: |
19 | প্রথম শিল্পী স্পেনে কর্মসংস্থানের অভাব নিয়ে গান গেয়েছেন। | |
20 | কেননা কর্মসংস্থানের অভাবের কারণে অনেক তরুণ স্পানিয়ারডরা কাজের খোঁজে নিজ দেশ ছাড়তে বাধ্য হয়েছেনঃ ভিক্ষাবৃত্তি | Implorando é como você quer me ver ou que eu emigre Implorando por um trabalho de merda enquanto vocês engordam com seus recessos E todos vocês são lacaios da troika |
21 | যেভাবে আপনি আমাকে দেখতে চান | |
22 | অথবা যে কারণে আমি দেশান্তরিত হই। | |
23 | একটি জঘন্য কাজের খাতিরে যখন আপনারা সবাই বিশ্রাম নিয়ে নিয়ে মোটা হয়ে যাচ্ছেন। | Dois terços da população andaluz estão desempregados, de acordo com as últimas pesquisas da agência de estatística da União Européia Eurostat[en]. |
24 | আর আপনারা সবাই ত্রয়ীর চামচা। | |
25 | ইউরোপিয়ান ইউনিয়ন পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট এর দেয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দুই-তৃতীয়াংশ আন্দালুসিয়ান বর্তমানে বেকার। | |
26 | কৃষি এবং পর্যটন এ অঞ্চলের প্রধান দুইটি শিল্প। ২০০৭ সাল থেকে ২০১২ সালের মাঝে এ অঞ্চলে দারিদ্রতা শতকরা ১১ ভাগ থেকে বেড়ে ২৪. | A pobreza na região, onde a agricultura e o turismo são as principais indústrias, cresceu 11% entre 2007 e 2012 para 24,1% [es], uma das maiores taxas da Espanha. |
27 | ১ শতাংশে দাঁড়িয়েছে। দারিদ্রতা বৃদ্ধির এই হার স্পেনের অন্য যেকোন অঞ্চলের চেয়ে সর্বোচ্চ। | A Andaluzia pediu por um resgate [en] de Madrid, em setembro de 2012, tornando-se a quarta região a fazê-lo. |
28 | আন্দালুসিয়া ২০১২ সালের সেপ্টেম্বর মাসে মাদ্রিদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে চেয়েছে। চতুর্থ অঞ্চল হিসেবে আন্দালুসিয়া এই আবেদন করে। | A Espanha foi agraciada com o seu próprio pacote de resgate [en] de 126 bilhões de dólares a partir dos chamados troika - o Fundo Monetário Internacional, a Comissão Europeia e o Banco Central Europeu - alguns meses antes para recapitalizar seu setor bancário, que enfrentava dificuldades. |
29 | আন্তর্জাতিক অর্থ তহবিল, ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে গঠিত তথাকথিত ত্রয়ী ১২৬ বিলিয়ন ইউরো পরিমাণ অর্থ স্পেনকে নিজস্ব প্রণোদনা প্যাকেজ হিসেবে দান করেছে। | |
30 | গত কয়েক মাস আগে তারা স্পেনকে এই অর্থ দিয়েছে রুগ্ন ব্যাংকিং খাতকে আবারও চাঙ্গা করে তুলতে। | FLO6x8 havia feito performances em forma de protesto semelhantes no interior de bancos [es] cantando, dançando e tocando violão. |
31 | এফএলও৬*৮ গ্রুপটি ব্যাংকের ভেতরেও গান গেয়ে, নেচে এবং গিটার বাজিয়ে একই ধরনের একটি প্রতিবাদ কর্মসূচী মঞ্চস্থ করেছে। | |
32 | তারই এক ঝলক দেখুনঃ | Dê uma olhada: |
33 | গ্রুপটি স্পেনে একটি নতুন সংবিধান প্রণয়নের পক্ষে কথা বলেছে। | O grupo defende [es] a criação de uma nova Constituição, com a participação de todos os espanhóis. |
34 | এমন একটি সংবিধান যেখানে সকল স্প্যানিয়ারডের অংশ গ্রহণ থাকবে। | Até que isso aconteça, eles prometem aos políticos “vamos falar em qualquer lugar público onde vocês mostrarem seus rostos veneráveis”. |
35 | সেটি না হওয়া পর্যন্ত তারা রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দিয়েছেন যে “আপনারা আপনাদের শ্রদ্ধেয় মুখখানি যেসব জনাকীর্ণ স্থানে দেখিয়ে থাকেন, সেসব স্থানেই আমরা প্রতিবাদ জানাব”। | |