Sentence alignment for gv-ben-20131222-40670.xml (html) - gv-por-20131217-49055.xml (html)

#benpor
1ইউক্রেনের #ইউরোময়দান প্রতিবাদ কীভাবে ইন্টারনেটের মাধ্যমে ব্যাপক আন্দোলনে রূপ নিলোUcrânia: Como a internet transformou os protestos do #Euromaidan em um movimento
2ইউক্রেনে ইউরোময়দান আন্দোলন তৃতীয় সপ্তাহে পড়েছে। আন্দোলন সংঘটনে সামাজিক মিডিয়া এবং প্রযুক্তি মূল ভূমিকা রেখে চলেছে।Com os protestos do Euromaidan [en] entrando em sua terceira semana, na Ucrânia, as redes sociais e a tecnologia continuam tendo papel chave em sua organização.
3গত ৩০ নভেম্বরে আন্দোলনে অষ্টম দিনে সরকার শান্তিপূর্ণ কর্মসূচীকে সহিংস উপায়ে দমনের চেষ্টা করে। আর এতে করে দেশে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়।Desde o ataque do governo a manifestantes pacíficos [en] em 30 de novembro, oitavo dia de protestos, as manifestações do país se transformaram em um movimento de massa antigoverno, e passaram a lembrar ainda mais a Revolução Laranja de 2004.
4সরকারবিরোধী এই আন্দোলন অনেকটা ২০০৪ সালে কমলা বিপ্লবের মতোই।
5২০০৪ সালের আন্দোলনের সাথে ইউরোময়দান আন্দোলনের একটা বড়ো পার্থক্য হলো, এবারকার আন্দোলন সংগঠিত করতে নতুন ধারার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হচ্ছে।No entanto, uma das grandes diferenças entre o Euromaidan e os protestos de 2004 tem sido a utilização de novas mídias, redes sociais e outras ferramentas de tecnologia da informação [en] na organização e manutenção dos protestos.
6ইউক্রেনের কিয়েভে কাঠের টুকরোর মাঝে বসে ল্যাপটপ খুলে বসেছেন একজন প্রতিবাদকারী।Um homem abre seu computador enquanto senta sobre pedaços de lenha, em meio aos manifestantes em Kiev, Ucrânia.
7ডিসেম্বরের ৫ তারিখে ছবিটি তুলেছেন দিমা ক্রারাভচুক।Foto de Dima Kravchuk. 5 de dezembro, 2013.
8অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।Publicada com autorização.
9একদম শুরু থেকেই আন্দোলন গড়ে তুলতে ফেসবুক মূল ভূমিকা পালন করেছে।
10একই সঙ্গে ফেসবুকের মাধ্যমে আন্দোলনের নানা আপডেট পেয়েছেন। নভেম্বরের ২১ তারিখে আন্দোলনকারীরা প্রথম কিয়েভে জড়ো হয়েছিলেন।Desde o início dos protestos, o Facebook tem assumido papel central na sua organização, informando ao grande público sobre os últimos acontecimentos.
11এবং এটাই অনলাইন সংবাদমাধ্যম ইউক্রেয়ানস্কা প্রাভদার প্রদায়ক মোস্তফা নাঈমের মতো সাংবাদিক ও নাগরিক অধিকার কর্মীদের কাছে ইউরোময়দান হয়ে যায় (ইউরোপিয়ান স্কোয়ার)।O primeiro encontro, organizado em Kiev na noite de 21 de novembro, que foi imediatamente apelidado de EuroMaidan (praça europeia), se espalhou graças aos apelos de jornalistas e ativistas, incluindo Mustafa Nayyem [uk], colaborador do site de notícias independente Ukrainska Pravda [uk].
12ফেসবুক এবং টুইটারের মাধ্যমে আন্দোলন গড়ে তোলাOrganizando manifestantes através de Facebook e Twitter
13আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালিত করতে এবং আন্দোলনের খবরাখবর সবার কাছে শেয়ার করতে ফেসবুক এবং টুইটার প্রধান ক্ষেত্র হয়ে দাঁড়ায়।
14ইতোমধ্যে ইউরোময়দানের ফেসবুক অফিসিয়াল পেজ ইউক্রেনে নতুন রেকর্ড গড়েছে।Tanto Facebook quanto Twitter se tornaram plataformas essenciais para a coordenação dos protestos e suas atividades [en], com o compartilhamento de informações.
15পেজটি খোলার মাত্র আটদিনের মধ্যে ৭৬ হাজার ফেসবুক ব্যবহারকারী লাইক দিয়েছেন। এই পেজের মাধ্যমে আন্দোলনকারীদের জরুরি তথ্য এবং দিক নির্দেশনা দেয়া হয়।A página oficial do EuroMaidan no Facebook [uk], alcançou um novo recorde na Ucrânia [uk], tendo acumulado 76 mil “curtidas” em seus primeiro oito dias de existência.
16তাছাড়া ভবিষ্যতে কী ধরনের কর্মসূচী নেয়া হবে, সহিংসতার বিরুদ্ধে সতর্ক করা, পুলিশ বাহিনীকে কীভাবে মোকাবেলা করতে হবে তার পরামর্শ ছাড়াও আরো নানা বিষয় নিয়ে এখানে আলোচনা হয়।A página é utilizada para informar manifestantes sobre notícias urgentes, discutir planos de futuras ações, alertar contra o uso de violência, compartilhar avisos e maneiras de lidar com as forças policiais, além de outras questões.
17বর্তমানে পেজটি লাইক দিয়েছেন ১৪১, ০০০ ফেসবুক ব্যবহারকারী। এখানে ১৬৭,৭০০টি আলোচনা হয়েছে।Atualmente, a página tem mais de 141 mil seguidores e 167.700 interações.
18ইউরোময়দান লভিভ নামের ইউক্রেনিয় ভাষার সাথে ইউরোময়দানের একটি ইংরেজি পেজও খোলা হয়েছে।Uma versão em inglês também foi criada, juntamente com páginas regionais, como o Euromaidan Lviv [uk].
19ইউরোময়দান আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজের স্ক্রিনশট।Foto da página oficial dos protestos do Euromaidan no Facebook.
20কভার পেজে সংবিধানের একটি উক্তি লেখা রয়েছে: “ইউক্রেনের জনগণ দেশটির সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক”।A inscrição na capa da página é uma citação da Constituição do país: “O povo deve ser o portador da soberania e a única fonte de poder na Ucrânia” [uk].
21ইউরোময়দানের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট @EuroMaydan [uk] এবং @EuroMaydan_eng [en] ফেসবুক পেজের মতোই ভূমিকা রাখছে।Antes de as páginas oficiais surgirem nas redes sociais e conquistarem seu público, os usuários contavam com hashtags (#Євромайдан, em ucraniano, e #Евромайдан, em russo) para compartilhar informações.
22একই সাথে তারা টুইটারের মাধ্যমে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে সারাবিশ্বের মানুষদের কাছে ইউক্রেনের আন্দোলনের খোঁজখবর জানানোর কাজটিও করছে।Para ajudar a reunir todo o conteúdo relevante e posts de redes sociais em um lugar, ativistas formaram diversos sites com agregadores de mídias sociais e links úteis.
23তবে সোশ্যাল মিডিয়ার এই অ্যাকাউন্ট তৈরি করার আগে তারা তথ্য শেয়ার করতে হ্যাশট্যাগ (ইউক্রেনিয় ভাষায় #Євромайдан এবং রাশিয়ান ভাষায় #Евромайдан) ব্যবহার করতো।
24আন্দোলন সম্পর্কিত সব ধরনের তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো কয়েকটি ওয়েবসাইটের সাথে সোশ্যাল মিডিয়া এগ্রিগেটর এবং দরকারি লিংকের মাধ্যমে একত্রিত করে।
25এগুলোর মধ্যে রয়েছে Euromaidan.eu [uk], Euromaidan.tk [uk, ru, en], Euromaidan.com [ru], Maidan.in.ua [en].Entre eles estão: Euromaidan.eu [uk], Euromaidan.tk [uk, ru, en], Euromaidan.com [ru] e Maidan.in.ua [en].
26“ইউরোময়দান - এসওএস”: আন্দোলন দমনের রূপরেখা এবং সময়মতো সাহায্য পৌঁছানো“Euromaidan - SOS”: Rastreando repressão e oferecendo ajuda em tempo real
27রায়ট পুলিশ কোনো প্রতিবাদকারীকে আঘাত করলে, প্রথমবারের মতো কাউকে গ্রেফতার করলে, তাদের চিকিৎসা সাহায্য এবং আইনি সহায়তা দিতে ফেসবুক পেজে এবং গ্রুপে আলোচনা করা হয়।Logo após a agressão policial contra os manifestantes [vídeo] e as primeiras prisões, novas páginas e grupos surgiram no Facebook para providenciar assistência médica e legal e para espalhar informações básicas que ajudassem a manter os manifestantes seguros.
28তাছাড়া প্রতিবাদকারীদের নিরাপদ থাকতে নানা ধরনের তথ্য জানানো হয়।Foto da página do “Euromaidan-SOS”, no Facebook, grupo que oferece assistência jurídica gratuita às vítimas de violência policial ou prisões no #Euromaidan.
29“ইউরোময়দান এসওএস” ফেসবুক পেজের স্ক্রিনশট।Na página, lê-se: “Direitos humanos acima de tudo” [uk].
30এই গ্রুপে পুলিশের সহিংসতার শিকার এবং গ্রেফতার হওয়ার প্রতিবাদকারীদের বিনামূল্যে আইনি সহায়তা দেয়া হয়।
31একটি ক্যাপশন রয়েছে: “সবার জন্য মানবাধিকার”।Esta página foi criada para oferecer assistência legal para todos aqueles feridos durante o Euromaidan.
32ইউরোময়দান এসওএস পুলিশ কর্তৃক যারা আহত হয়েছেন, যাদের ওপর সরকারের চাপ দিয়েছে এবং আটক করেছে, তাদের তথ্য সংগ্রহ করে থাকে।
33পেজের বর্ণনায় বলা হয়েছে: ইউরোময়দানে যারা আহত হয়েছে, তাদের আইনি সহায়তা দেয়াই এই পেজের উদ্দেশ্য।Nós - advogados, ativistas civis e jornalistas - coletamos informações oportunas sobre feridos e manifestantes ativos, e os colocamos em contato uns com os outros.
34আমরা আইনজীবী, নাগরিক অধিকার কর্মী এবং সাংবাদিকদের একটি দল।Se seus parentes desapareceram ou você foi vítima de agressão - NÃO FIQUE EM SILÊNCIO!
35আমরা আক্রান্ত এবং সক্রিয় প্রতিবাদকারীদের যাবতীয় তথ্য সংগ্রহ করে তাদের জন্য আইনি এবং বিশেষজ্ঞ সেবা দেয়ার প্রস্তুতি নিই।
36তাদের একে অন্যের সংস্পর্শে রাখি।Lute por seus direitos junto conosco!
37যদি আপনার পরিচিত কেউ নিখোঁজ হন কিংবা আপনি পুলিশ কর্তৃক আক্রান্ত হন- তাহলে নীরব থাকবেন না!
38আমাদের সাথে আপনার অধিকার আদায়ের সংগ্রামে সামিল হোন।Em seguida, outro site separado, Eurozahyst.org [uk], foi estabelecido com o mesmo objetivo.
39শিগগিরই একই উদ্দেশ্যে Eurozahyst.org [uk] নামে আলাদা ওয়েবসাইট খোলা হয়। ইউরোময়দানের আইনি দিক নিয়ে আলোচনার জন্য ফেসবুকে “দ্য রেভুলিউশন'স লিগ্যাল ডিপার্টমেন্ট” নামে একটি উন্মুক্ত গ্রুপ খোলা হয়।Um grupo aberto no Facebook - “The Revolution's Legal Department” [uk] (Departamento Legal da Revolução) - também foi criado para discutir o lado jurídico de questões ligadas ao Euromaidan no país, compartilhar ideias e oferecer auxílio legal a quem precisar.
40যাদের আইনি সহায়তা দরকার তাদের কীভাবে সহায়তা দেয়া যায় তা নিয়ে এখানে নানা ধরনের আইডিয়া শেয়ার করা হয়।Juntamente com advogados, profissionais da área da saúde e estudantes, também se organizaram para oferecer auxílio médico gratuito, a integrantes do Euromaidan.
41আইনজীবীদের পাশাপাশি ডাক্তার এবং মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও ইউরোময়দানে অংশগ্রহণকারীদের চিকিৎসা সাহায্য দিতে এগিয়ে আসেন।Eles também criaram várias páginas no Facebook, incluindo “Організація волонтерів-медиків” (Organização de Médicos Voluntários) [uk] e Майдан. Медики (Maidan.
42চিকিৎসা কাজের জন্য স্বেচ্ছাসেবীদের সংগঠিত করতে তারা অর্গানাইজেশন অব ভলেন্টিয়ার ডক্টরস এবং ময়দান ডট ডক্টরস সহ আরো কয়েকটি ফেসবুক পেজ খোলেন।Doutores) [uk] para organizar médicos voluntários, cujo quartel-general tem como bases a Catedral Mykhailivsky de Kiev e a Praça da Independência, principal ponto de encontro dos protestos.
43তারা আন্দোলনের মূল এলাকা কিয়েভ এর মিখাইলিভস্কি ক্যাথেড্রাল এবং স্বাধীনতা চত্বরের আশেপাশে প্রথম অন-গ্রাউন্ড হেডকোয়ার্টার স্থাপন করেন।
44স্বেচ্ছাসেবী ডাক্তারদের একটি ফেসবুক পেজের স্ক্রিনশট।
45তারা ক্রিয়েভের আন্দোলনকারীদের বিনামূল্যে চিকিত্সা সহায়তা দিয়ে থাকে।Foto da página no Facebook de um grupo de médicos voluntários, que oferecem auxílio médico gratuito para o Euromaidan, em Kiev.
46ক্রাউডসোর্সিংয়ে সৃজনশীল আইডিয়া এবং উপকরণReunindo ideias criativas e recursos
47ইউরোময়দান আন্দোলনকে টেকসই এবং আরো বিস্তৃত করার জন্য আইডিয়া শেয়ার করতে আরো একটি ফেসবুক পেজ খোলা হয়।Outra página do Facebook foi criada para reunir e compartilhar ideias, além de apoiar e expandir o movimento Euromaidan.
48ইনফরমেশন সেন্টার হিসেবে “ময়দান ছেড়ে যাবেন না” পেজটি শুরু হয় ডিসেম্বরের এক তারিখে, ক্রিয়েভে আন্দোলনের মূল সাইটের একটি আইডিয়া থেকে। এর চারদিন পর এই ফেসবুক পেজ তৈরি করা হয়।O centro de informações “НЕ ЗЛИй МАЙДАН” (Não Enterre o Maidan) [uk] surgiu como uma ideia, em 1º de dezembro, no principal ponto das manifestações em Kiev, e teve sua página oficial no Facebook [uk] criada quatro dias depois.
49ডিসেম্বরের ৭ তারিখের মধ্যে পেজটিতে ৩ হাজার মানুষ লাইক দেন। এটি ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে কাজের, স্লোগানের এবং পোস্টারের সৃজনশীল আইডিয়া আহবান করে।Com mais de 3 mil seguidores, em 7 de dezembro, a página solicita ideias criativas para serem colocadas em ação e reúne slogans e pôsteres de usuários para compartilhar com o público mais amplo da Internet.
50পরে এগুলো ইন্টারনেটের বিপুল সংখ্যক মানুষের সাথে শেয়ার করা হয়।Além disso, interage com outras iniciativas online relacionadas ao Euromaidan.
51ইউরোময়দানের সাথে সংশ্লিষ্ট অন্যান্য অনলাইন উদ্যোগের সাথেও কাজ করে।
52ইমেজটি তৈরি করেছেন ভিটালি মরোজ, ২০১৩ সালের ১ ডিসেম্বরে।Imagem criada pro Vitaliy Moroz, em 1º de dezembro, 2013, e divulgada online.
53এটা অনলাইনে প্রচার করা হয়। বিশ্বের কাছে ইউরোময়দানের মূল বার্তা বহন করছে এটি।A imagem traz a mensagem chave do Euromaidan para o mundo: “Os protestos são pacíficos”.
54এছাড়া স্ট্রাইক প্ল্যাকার্ড নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, যার মাধ্যমে শুধু সৃজনশীল পোস্টার ডিজাইন এবং শেয়ার করা হয়।
55একটি এনজিও আন্দোলনের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে Biggggidea.com এ “ক্রিয়েভবাসীর জন্য সংস্কার” নামে একটি উদ্যোগ হাতে নেয়।Além disso, outra página no Facebook - “Страйк плакат” (Cartaz da greve) [uk] - foi criada, especialmente, para compartilhar pôsteres e desenhos a serem utilizados durantes os protestos.
56ডিসেম্বরের ৮ তারিখের মধ্যে এই প্রজেক্টের মাধ্যমে ১২ হাজার মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
57তবে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ পরিমাণ অর্থ এতে জমা পড়ে। ইউরোময়দান স্বেচ্ছাসেবীদের কাজে সমন্বয় সাধনUma ONG, “Kyevers for reforms” (Kievanos por reformas), também foi lançada como uma iniciativa de financiamento coletivo no Biggggidea.com, com objetivo de coletar 12 mil dólares para ajudar a manter os manifestantes do Euromaidan, em Kiev, aquecidos e alimentados [uk].
58আন্দোলনের গতিবিধি লক্ষ্য করছেন এমন অনেক পর্যবেক্ষক আন্দোলনের মূল অবস্থান স্বাধীনতা চত্বর এবং ক্রিয়েভ শহরের প্রশাসনিক ভবন, যেটা আন্দোলনকারীরা দখল করে নিয়েছেন, সেখানকার প্রতিবাদ কর্মসূচী সুচারুভাবে সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করেছেন।
59এমনকি দিনে প্রতিবাদকারীদের রক্ষা করতে স্বাধীনতা চত্বরটি ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছেন তারা।Até o prazo final do projeto, em 8 de dezembro, a iniciativa havia conseguido reunir o dobro deste valor em doações.
60আর রাতে টহলের ব্যবস্থা করেছেন।Coordenando voluntários para o Euromaidan
61জনতা সেখানে খাবার-দাবার নিয়ে আসছেন এবং প্রতিবাদকারীদের মাঝে সেটা বিলিয়ে দিচ্ছেন। এছাড়া আন্দোলনকারীদের আশ্রয় এবং চিকিত্সা সামগ্রী দিয়েও সহায়তা করছেন।Muitos observadores notaram a organização no local principal dos protestos, Maidan Nezalezhnosti (a Praça da Independência), e no quartel-general do grupo, o prédio da administração municipal de Kiev, ocupado pelos manifestantes desde 1º de dezembro.
62এদিকে আন্দোলনকারীরা পরস্পরকে মাতিয়ে রাখতে প্রতিবাদস্থানেই ফুটবল খেলা থেকে কনসার্ট, বই পড়া, উন্মুক্ত আলোচনাসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করছেন।
63আর এসব আয়োজনের জন্য বাহবা পাবেন সেখানকার আন্দোলনকারীরা। ইন্টারনেটের নানা ধরনের টুলস-এর সহায়তা নিয়ে এই ধরনের আয়োজনগুলো সফল করা হয়েছে।De fato, a praça da Independência se transformou em uma barricada, protegida por ativistas durante o dia e patrulhada durante a noite.
64ইউরোময়দানের অংশগ্রহণকারীদের কী দরকার আর স্বেচ্ছাসেবীরা কী ধরনের সাহায্য দিতে পারবেন, তার মধ্যে সমন্বয় সাধনের জন্য Galas.org.ua[uk] ওয়েবসাইট একটি ক্রাউডম্যাপিং টুলস ব্যবহার করেছে।Pessoas levam e servem comida no local, ajudando a providenciar abrigo e auxílio médico aos manifestantes, enquanto ativistas também se entretêm com diversas atividades [fotos], desde jogos de futebol até concertos, livros e leituras públicas [uk] oferecidas por especialistas em diversas áreas.
65এ বিষয়ে একটি ফেসবুক পেজও চালু করা হয়েছে। ক্রাউডম্যাপিং টুলসের স্ক্রিনশট।Enquanto o crédito pelas atividades vai para os manifestantes reunidos no local, ativistas também têm utilizado ferramentas de Internet para ajudar no processo.
66ক্রিয়েভের ইউরোময়দানের স্বেচ্ছাসেবীরা নানা কাজের মধ্যে সমন্বয়ের জন্য এটি ব্যবহার করছেন।O site Galas.org.ua [uk] utiliza um mapeamento coletivo para coordenar as necessidades de membros do EuroMaidan, com voluntários que se dispõem a ajudar.
67Maidanhelp.org ওয়েবসাইটিও একই উদ্দেশ্যে চালূ করা হয়েছে।O grupo também lançou uma página própria no Facebook [uk].
68এর মাধ্যমে ইউরোময়দানের অংশগ্রহণকারীদের কী কী দরকার তার তথ্য টুকে রাখছে।Imagem da ferramenta de mapeamento coletivo, utilizada por ativistas para coordenar voluntários do Euromaidan, em Kiev.
69ইন্টারনেটের মাধ্যমে সংহতি এই উদ্যোগগুলোর পাশে প্রতিদিনই নানা ধরনের উদ্যোগ যুক্ত হচ্ছে।O site Maidanhelp.org tem um propósito parecido, reunindo informações de forma coletiva sobre as necessidades atuais de integrantes do Euromaidan.
70তবে এ থেকে একটি বিষয় পরিষ্কার, তা হলো, এসব কর্মকাণ্ডের মধ্যে সমন্বয়ের জন্য প্রযুক্তি সবচে' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
71যা ইউরোময়দানকে ইউক্রেনে টিকে থাকতে সাহায্য করছে।Solidariedade com acesso à Internet
72গত সপ্তাহে আন্দোলনের মধ্যেই ইউক্রেনের অন্যতম ইন্টারনেট প্রোভাইডার প্রতিষ্ঠান ভলয়া-ক্যাবল ঘোষণা দিয়েছে, তারা ক্রিয়েভের মূল কেন্দ্রের গ্রাহকদের জন্য ইন্টারনেট স্পিড বাড়িয়ে দিয়েছে।Com estas e outras iniciativas surgindo todos os dias, fica claro que a tecnologia tem se tornado uma das chaves na coordenação e, mais importante, no apoio e manutenção dos protestos do EuroMaidan, na Ucrânia.
73এমনকি আন্দোলনকারীদের জন্য ইন্টারনেট সেবাও তারা উন্মুক্ত করে দেয়। তাদের ঘোষণার প্রেক্ষিতে অনেকেই তাদের ওয়াইফাই কানেকশন চালু করে।No final de semana anterior, um dos principais provedores de Internet do país, Volya-Cable, anunciou [uk] que havia aumentado a velocidade de conexão da Internet para seus clientes que vivem no centro de Kiev, e pedia que eles abrissem seu acesso para que os manifestantes pudessem utilizar a rede.
74আবার অনেকেই তাদের ওয়াইফাই পাসওয়ার্ডও আন্দোলনকারীদের কাছে প্রকাশ করে দেয়।Muitos seguiram o conselho e liberaram suas redes Wi-Fi, enquanto outros divulgaram publicamente suas senhas de rede [uk].