Sentence alignment for gv-ben-20121211-33579.xml (html) - gv-por-20121206-37487.xml (html)

#benpor
1ফ্যাসিবাদবিরোধিতা হাঙ্গেরীকে ঐক্যবদ্ধ করেছেAnti-fascismo une a Hungria
2২রা ডিসেম্বর রবিবার বুদাপেস্টে হাজার হাজার হাঙ্গেরীয় ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশে একত্রিত হয়েছিল।[Todos os links levam a sites em inglês, exceto quando informado] No domingo, dia 2 de dezembro, milhares de húngaros se uniram contra o antissemitismo em um protesto ocorrido em Budapeste.
3ক্ষমতাসীন ও বিরোধী দলের রাজনীতিবিদরাও হাঙ্গেরীয় সংসদে প্রায় ১৭ শতাংশ আসনের অধিকারী অতি-ডানপন্থী জব্বিক পার্টির সদস্য মার্তন গিয়োনগিয়োসির একটি বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।Políticos dos partidos da situação e da oposição também estiveram presentes, discursando contra as declarações controversas do parlamentar Márton Gyöngyösi, um membro do partido de extrema direita Jobbik, que possui aproximadamente 17% das cadeiras do parlamento húngaro.
4২৬শে নভেম্বর তারিখে গিয়োনগিয়োসি “ইহুদি দেরকে জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি হিসেবে তালিকাতে নথিভুক্ত করা”র আহবান জানিয়েছেন।Gyöngyösi, no dia 26 de novembro, pediu “que judeus sejam registrados em listas como ameaças à segurança nacional.”
5এটা ছিল এধরনের দ্বিতীয় সমাবেশ।Essa foi a segunda manifestação desse tipo.
6প্রথমটি হয়েছিল ২৭শে নভেম্বর তারিখে। তবে কোথাও মাত্র কয়েক শ'র বেশি মানুষ অংশগ্রহণ করেনি।A primeira aconteceu dia 27 de novembro, mas nem chegou perto de ser tão numerosa, com apenas poucas centenas de pessoas participando.
7জেরুজালেমের জন্যে একত্রিত সকলে নামের একটি ফাউন্ডেশন ২রা ডিসেম্বরের বিক্ষোভটি [হাঙ্গেরীয় ভাষায়] সংগঠিত করে। রয়টার্স অনুসারে এটি ১০,০০০ এর কাছাকাছি জনসমাবেশ সৃষ্টি করেছে।Uma fundação chamada Todos unidos por Jerusalém organizou o protesto do dia 2 de dezembro [hu], que, segundo a Reuters, reuniu cerca de 10.000 pessoas.
8(হাঙ্গেরীয় পুলিশের হিসেব অনূসারে [হাঙ্গেরীয় ভাষায়] তুলনা করতে গেলে, জাতীয় ছুটির দিনে সরকার-সংগঠিত ইভেন্টে উপস্থিত ছিল আনুমানিক ১লক্ষ ৫০হাজার, নাগরিক আন্দোলনের প্রতিবাদে ২০হাজার আর অতি-ডান পার্টির সমাবেশে এসেছিল হাজার দুয়েক জনগণ।)(Para efeito de comparação, segundo as estimativas da polícia húngara [hu], no feriado nacional de outubro, cerca de 150.000 compareceram ao evento organizado pelo governo, 20.000 apareceram para o protesto do movimento dos cidadãos, e alguns milhares foram ao encontro do partido de extrema direita.)
9গিয়োনগিয়োসি পরে তার বক্তব্যের জন্যে ক্ষমা চেয়েছেন, কিন্তু হাঙ্গেরীতে অতি-ডানপন্থার উত্তরোত্তর বৃদ্ধি সম্পর্কে জনগণের মধ্যে বিতর্কটি আবার উঠে এসেছে - এবং এটা হাঙ্গেরীয় জাতিকে অনেকটাই সংঘবদ্ধ করে ফেলেছে।Mais tarde, Gyöngyösi se desculpou pelas declarações,mas o debate público sobre a extrema direita estar conquistando mais e mais simpatizantes na Hungria foi reaberto e, para alguns, isso tem unido a nação húngara.
10কোপ্পানি মোন্দিঅ ব্লগের কোপো লিখেছেন [হাঙ্গেরীয় ভাষায়] যে এটাই সংসদে জোব্বিকের শেষ চমৎকারিত্ব:Kopó do blog Koppány mondja escreveu [hu] que esse foi o fim do Jobbik fingindo ser bonzinho no parlamento:
11[…] তিনি [গিয়োনগিয়োসি] একজন নাৎসী না হলে এরকম কিছু বলতেন না।[…] Se ele [Gyöngyösi] não fosse um nazi, ele não diria algo do tipo.
12জোব্বিক একটি নাৎসী দল না হলে তারা তাকে দুয়ো দিতো, অথবা অন্ততঃ তার থেকে নিজেদের দূরত্ব বজায় রাখতো, এবং দল থেকে তাকে অযোগ্য ঘোষণা করতো।Se o Jobbik não fosse um partido nazi, eles iriam discipliná-lo, ou pelo menos se distanciar dele, e desligá-lo do partido.
13কিন্তু এরকম কিছু হয়নি।Mas isso não aconteceu.
14কারণ মার্তন গিয়োনগিয়োসি একজন নাৎসী(বাদী) এবং জোব্বিক একটি নাৎসী দল। […]Pois Márton Gyöngyösi é um nazi, e o Jobbik é um partido nazi. […]
15একটি গণতান্ত্রিক বিকল্প প্রতিষ্ঠানের (আইডিয়া) বালাশ বোজকেই তার ব্লগের একটি পোস্টে [হাঙ্গেরীয় ভাষায়] বিস্ময় প্রকাশ করেছেন কেন ৩৮৬জন সাংসদের কেউ “অন্ধকার তাদের গ্রাস করা”র সময় (অর্থাৎ গিয়োনগিয়োসি তার কুখ্যাত বিবৃতি প্রদানের সময়) কক্ষ ত্যাগ করেনি।Balázs Böcskei do Instituto por uma Alternativa Democrática (IDEA) se perguntou em um post em seu blog [hu] por que nenhum dos 386 parlamentares deixou a sala quando “a escuridão os envolveu” (quando Gyöngyösi fazia suas notórias declarações).
16হাঙ্গেরীয় স্পেকট্রাম ঘটনার একদিন পরে ২৭শে নভেম্বর তারিখে লিখেছে সভাপতিত্বকারী বক্তাসহ চারজন এমপি তাদের পোশাকে ডেভিডের হলুদ তারকা পরিধান করে সংসদে প্রতিবাদ করেছিল - এবং কিছু কিছু প্রতিবাদকারী একই কাজ করেছিল সেই একইদিনে বাইরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশের পাশাপাশি ২রা ডিসেম্বরের সমাবেশটিতে।Hungarian Spectrum escreveu que no dia 27 de novembro, um dia após o incidente, quatro parlamentares, incluindo o então mediador, protestaram no parlamento usando estrelas amarelas de David em suas roupas, o mesmo fizeram alguns manifestantes do lado de fora, no protesto que ocorreu no mesmo dia, assim como durante o protesto do dia 2 de dezembro.
17একজন প্রতিবাদকারীর পোশাকে ডেভিডের একটি হলুদ তারকা।Uma estrela amarela de David no casaco de um manifestante.
18২রা ডিসেম্বর, ২০১২.2 de dezembro de 2012.
19ছবি, রেডজেড। অনুমতি নিয়ে ব্যবহৃত।Foto de Redjade, usada sob permissão.
20২রা ডিসেম্বরের সমাবেশটিতে উল্লিখিত রাজনীতিবিদরা জনতার উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন: ক্ষমতাসীন রক্ষণশীল ফিড্যাছ পার্টির উপদলীয় একংশের নেতা আন্তাল রোগান; সাবেক ‘ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী' গর্ডন বাজনাই এবং সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান আত্তিলা মেস্টারহ্যাজি।No protesto do dia 2 de dezembro, os seguintes políticos discursaram ao povo: Antal Rogán, atual lider de uma facção do Fidesz Party, partido conservador governante; o ex-suplente de primeiro ministro Gordon Bajnai; e o chefe do partido socialista, Attila Mesterházy.
21বৃহত্তম হাঙ্গেরীয় অনলাইন নাগরিক আন্দোলন ‘প্রেস ফ্রিডম ইন হাঙ্গেরীতে সংবাদমাধ্যমেরস্বাদীনতার জন্যে এক মিলিয়ন' [হাঙ্গেরীয়, ইংরেজি ভাষায়] তাদের ব্লগে [হাঙ্গেরীয় ভাষায়] উল্লেখ করেছে যে দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে হাঙ্গেরীয়দের চিন্তা করার সময় এসেছে:O maior movimento civil online húngaro, “Um milhão pela liberdade de imprensa na Hungria” [hu, en], alertou em seu blog [hu] que chegou a hora de os húngaros repensarem a situação do país:
22[…] যৌথ প্রতিবাদটি শুধু অন্ধকারতম সময়কে ডেকে আনা নাৎসী বক্তব্যের বিরুদ্ধে আমাদের ধিক্কার এবং তীব্র নিন্দা জ্ঞাপনের একটি ভাল সুযোগ ছাড়াও আমাদের) নিজেদেরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করার একটি সুযোগ: কেন এবং কিভাবে হাঙ্গেরী এতটা দূর চলে এসেছে যে আজকে শিক্ষিত বিশ্ব বুদাপেস্টে সংসদে যা ঘটছে তার মর্মাহত পর্যবেক্ষক মাত্র। […][…] O protesto unificado é uma boa oportunidade para expressar não só nossa indignação e denúncia contra o discurso nazista que relembra os tempos mais obscuros, mas também uma chance para nos perguntarmos o seguinte: por que e como a Hungria chegou tão longe que hoje o mundo educado é um observador chocado do que está acontecendo no parlamento em Budapeste. […]
23২রা ডিসেম্বর সমাবেশের বিক্ষোভকারীরা।Manifestantes no protesto do dia 2 de dezembro.
24ছবি, রেডজেড। অনুমতি নিয়ে ব্যবহৃত।Foto de Redjade, usada sob permissão.
25ক্যাত্তোস মিয়েরছে (দ্বৈতমান)-এর ব্লগাররা উল্লেখ করেছে [হাঙ্গেরীয় ভাষায়] যে বক্তারা হাঙ্গেরীর রোমা অথবা এলজিবিটিকিউ (লেসবিয়ান, সমকামী, উভকামী, হিজড়া, অস্বভাবী যৌনাচার) সংক্রান্ত বিষয়ে খুব কমই কথা বলেছে।Os blogueiros do Kettős Mérce destacaram [hu] que os discursantes mal falaram sobre as questões envolvendo os ciganos ou pessoas do movimento LGBTQ na Hungria.
26ব্লগাররা এছাড়াও বর্তমান পরিস্থিতির জন্যে দেশে সকল রাজনৈতিক দলকে দায়ী করার ইঙ্গিত দিয়েছে:Os blogueiros também sugeriram colocar a culpa pela situação atual do país em todos os partidos políticos:
27[…] এবং হাঙ্গেরীয় দক্ষিণপন্থী অংশ এবং রক্ষনশীলরা কী ধরনের ভুল করার কারণে হাঙ্গেরীকে এতদূর এসেছে সে বিষয়ে অনেক কথা বলা হচ্ছে; তবে এটা দু:খজনক যে হাঙ্গেরীয় বামপন্থী এবং উদারদের ভুলের কথা খুব কমই উল্লেখ করা হয়েছে।[…] E embora muito tenha se falado sobre que tipos de erros cometeu a direita húngara e os conservadores, resultando na Hungria chegando até aqui; foi triste que os erros da esquerda húngara e dos liberais mal foram mencionados.
28তারপরেও (এখনো) তাদের দায়-দায়িত্ব রয়েছে!Ainda assim eles compartilham a responsabilidade!
29পরবর্তীতে কেউ বৈষম্য এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় আমরা আশা করি এই জিনিসগুলো তাদের মনে আসবে, তখন আমরা এমনকি আরো ভাল করে একটি প্রতিবাদে অংশগ্রহণ করার সুযোগ পাবো।Se na próxima vez alguém estiver protestando contra discriminação e fascismo, esperamos que essas coisas passem pelas suas mentes, para que então eles tenham a chance de participar de um protesto ainda melhor.