Sentence alignment for gv-ben-20141106-45442.xml (html) - gv-por-20141111-55355.xml (html)

#benpor
1আপনি কি সেই অধিকার পেয়েছেন?Tu tens este direito?
2আপনার প্রশ্নের উত্তর দিতে পারে অস্ট্রেলিয়ান ভিডিও সিরিজUma série de vídeos australianos podem te dar a resposta
3আপনি কি সেই অধিকার পেয়েছেন? এর স্ক্রিনশটImagem do projeto “Tu tens este direito?”
4মেলবোর্নের মর্যাদাপূর্ণ মোনাশ বিশ্ববিদ্যালয়ের অংশ কাস্টান সেন্টার ফর হিউম্যান রাইটস ল। সেন্টারটি ‘আপনি কি সেই অধিকার পেয়েছেন?‘O Centro de Direitos Humanos Castan, que faz parte da renomada Universidade Monash de Melbourne, lançou uma nova série de vídeos (“Tu tens este direito?“).
5নামের একটি নতুন ভিডিও সিরিজ চালু করেছে। রন কাস্টান নামের একজন ব্যারিস্টার ও মানবাধিকার উকিলের নাম অনুসারে সেন্টারটির নামকরণ করা হয়।O título do projeto faz referência à Ron Castan, um advogado de direitos humanos que foi assessor jurídico chefe no famoso caso “Mabo” sobre terras indígenas.
6তিনি ছিলেন আদিবাসী জমি অধিকার সম্পর্কিত যুগান্তকারী মাভো মামলার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা।
7‘আপনি কি সেই অধিকার পেয়েছেন?'“Tu tens este direito?”
8হচ্ছে মানবাধিকার সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের স্পষ্ট এবং দ্রুত উত্তর সম্বলিত ভিডিওর একটি উদ্ভাবনী সিরিজ।é uma série inovadora de vídeos, que responde rápida e objetivamente às questões importantes de direitos humanos de uma maneira que não te faz cair no sono.
9প্রকল্পটি ১০ পর্বের ধারাবাহিকে বিভক্ত, যার প্রতিটি ভিন্ন ভিন্ন ধারণা নিয়ে তৈরি।O projeto será dividido em séries de dez episódios, cada um com um tema diferente.
10প্রথম সিরিজটি গুরুতর একাডেমিক বিষয়বস্তুর সঙ্গে হাস্যরস দিয়ে তৈরি, যেখানে দ্বিতীয়টি মূলত সাক্ষাৎকার ভিত্তিক।A primeira série combina senso de humor com conteúdo acadêmico sério, enquanto a segunda será baseada em entrevistas.
11প্রতিটি মৌসুমে ১০ টি করে পর্ব থাকবে।Cada temporada terá dez episódios.
12‘মানবাধিকার কি কি?'“Tu tens este direito?”
13এবং ‘বিবাহ সমতা' এর মতো আরও আটটি বিষয়বস্তু এখন প্রথম সিরিজে আলোচনা চলছে।e “Igualdade no casamento” já estão disponíveis online junto com os outros oito episódios seguintes da primeira parte.
14প্রতিটি ভিডিও আইন সম্পর্কে খুব দরকারী অতিরিক্ত তথ্য এবং চমৎকার সম্ভারের সংগ্রহে ভরপুর।Cada vídeo conta com conteúdo adicional sobre direitos e recursos extras excelentes.
15ভবিষ্যতের মৌসুমে প্রথম পর্বে থাকবে নজরদারি, আরামের মরণ, লিগ্যাল এইড, ভোট দেওয়ার অধিকার, পরিবেশ এবং কর্পোরেশন সুরাহা সম্পর্কিত তথ্য।A primeira temporada trata de vigilância, eutanásia, assistência jurídica, direito ao voto, meio ambiente e empresas.
16ভিডিওটি এবং তাদের সমর্থন উপকরণে আছে আন্তর্জাতিক আবেদন।Os vídeos e seus respectivos materiais de apoio têm escopo internacional.
17কাস্টান কেন্দ্রের সঙ্গে গ্লোবাল ভয়েসেসের চলমান সংযোগ রয়েছে।O Global Voices possui ligação direta com o Centro Castan.
18গ্লোবাল ভয়েসেসের এডভোকেসীর প্রতিষ্ঠাতা সম্পাদক সামি বেন ঘারবিয়া ২০১২ সালের জুলাই মাসে অনুষ্ঠিত তাদের মানবাধিকার আইন সম্মেলনে প্রধান বক্তা ছিলেন।Sami Ben Gharbia, editor-fundador do Global Voices Advocacy, foi um dos principais palestrantes da Conferência de Direitos Humanos em julho de 2012.
19আমি জিভির পক্ষে নাগরিক সাংবাদিক হিসেবে সেখানে উপস্থিত ছিলাম এবং আমার ভিডিওটি এখানে পাওয়া যাবে।Eu participei como jornalista cidadão na qualidade de representante do GV e meu vídeo está disponível aqui.
20এছাড়াও ২০১৪ সালে অনুষ্ঠিত সেখানকার বার্ষিক সম্মেলনেও জিভি বোর্ড সদস্য ও ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল ফ্রিডম অব এক্সপ্রেশন এর পরিচালক জিলিয়ান ইয়র্ক বক্তৃতা করেছিলেন।Em 2014, Jillian York, integrante do conselho deliberativo do GV e diretora para liberdade de expressão da Fundação Electronic Frontier, também falou na conferência anual.
21তার সেশন, ‘ইন্টারনেটে গুপ্তচরবৃত্তি: সমাজের উপর প্রভাবঃ' এর ভিডিও এখানে পাবেন।O vídeo da apresentação dela, “A espionagem na internet: O impacto na sociedade”, está disponível aqui.