Sentence alignment for gv-ben-20090127-1578.xml (html) - gv-por-20090128-1538.xml (html)

#benpor
1মাদাগাস্কার থেকে সরাসরি টুইটারের মাধ্যমে: আনতানানারিভো জ্বলছে, গুজব উঠেছে যে রাষ্ট্রপতি পালিয়েছেTuitando direto de Madagáscar: Antananarivo em chamas, rumores de fuga do presidente Originalmente publicada no Global Voices em 26 de janeiro de 2009
2২৬শে জানুয়ারী ২০০৯, সন্ধ্যা ১৯:০৯ এর খবর: যদিও জোর গুজব রয়েছে যে রাষ্ট্রপতি রাভালোমানানা দেশ ছেড়ে চলে গেছেন, অন্যরা বলছে যে এটি ভিত্তিহীন।Atualização (19h09 GMT): Embora ainda haja rumores de que o presidente Ravalomanana tenha deixado o país, outros relatam que os boatos são falsos.
3ড্যানিয়েল অস্টিন টুইটারে জানাচ্ছেন: “বিশ্বস্ত সূত্রের সব খবর মাফিক রাষ্ট্রপতি রাভালোমানানা মাদাগাস্কার ছেড়ে চলে গেছেন এই সংবাদ সঠিক নয়।”Daniel Austin diz no Twitter: “Todas as indicações de fontes de confiança sugerem que o rumor de que Ravalomanana fugiu de Madagáscar é falso”.
4থিয়েরি রাতসি জেহেনা টুইটার করছেন যে সরকার জরুরী অবস্থা জারি করবে।Thierry Ratsizehena diz no Twitter que o governo declarará lei marcial.
5প্রচার মাধ্যমগুলো সম্প্রচার বন্ধ করে দিয়েছে এবং অনেক কিছুই বোঝা যাচ্ছে না।A imprensa deixou de funcionar e os fatos continuam sem esclarecimento.
6গ্লোবাল ভয়েসেস আরও সাম্প্রতিক তথ্য পেলেই জানাবে।O Global Voices continuará trazendo informações a medida que elas são disponibilizadas.
7দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের পর জানুয়ারীর ২৫ তারিখ রাত থেকে মাদাগাস্কারের রাজধানী আনতানানারিভোতে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটে গেছে।No período de 24 horas começando tarde da noite de 25 de janeiro, após grandes protestos, uma série de acontecimentos graves se passou em Antananarivo, capital de Madagáscar.
8২৬শে জানুয়ারী ২০০৯, বিকেল ১৫:২৩ এর খবর: প্রচার মাধ্যমে অসমর্থিত, কিন্তু লেখকের পরিবার কর্তৃক সমর্থিত সংবাদ অনুযায়ী মনে হচ্ছে রাষ্ট্রপতি রাভালোমানানা মাদাগাস্কার থেকে পালিয়ে গেছেন।Atualização (15h23 GMT): Não confirmado por fontes da imprensa, mas confirmado pela família do autor, ao que parece o presidente Ravalomanana e sua família deixaram o país.
9প্রাথমিক সংবাদে জানা গেছে যে বেশ কিছু রেডিও এবং টিভি স্টেশন সম্প্রচার বন্ধ করে দিয়েছে।Os primeiros relatos confirmam que vários canais de televisão e rádio pararam de fazer transmissões.
10একটি ৫ তারা হোটেল সহ বেশ কিছু বাড়ী ও কয়েকটি শপিং মলে ইটপাটকেল ছোড়া হয়েছে ও আগুণ ধরিয়ে দেয়া হয়েছে।Vários prédios, dentre os quais um hotel 5 estrelas e alguns shopping centers, foram incendiados ou apedrejados.
11দুটি মৃত্যুর খবর পাওয়া গেছে (অসমর্থিত সূত্রে) এবং সর্বশেষ খবর অনুযায়ী বিস্তীর্ণ এলাকায় আগুণ ধরে গেছে।Duas casualidades foram relatadas (ainda não confirmadas por fontes independentes) e a última postagem indica que todo o quarteirão está em chamas.
12টেক্স্ট মেসেজ ও মোবাইল ওয়েবের মাধ্যমে মাদাগাস্কারবাসীর টুইটার বার্তাগুলো সাম্প্রতিক গন্ডগোলের খবর নিয়মিত জানিয়েছে।A twittosfera em Madagáscar traz atualizações regulares sobre o problema que se desenrola, por meio de mensagens de texto e web móvel.
13মাদাগাস্কারে ইন্টারনেট গণযোগাযোগের একটি মাধ্যম হতে পারে এটি অনেকেই জানে না তাই মনে হয় এগুলো এখনও বাধাহীনভাবে চলছে।O fato de que a internet ainda não é percebida como uma verdadeira ferramenta de comunicação de massa em Madágascar deve ter possibilitado a permanente disponibilidade da rede até agora.
14নিন্মে এই ঘটনা নিয়ে মাইক্রোব্লগারদের দ্বারা প্রকাশিত খবরগুলোর অনুবাদ দেয়া হলো:Veja abaixo um resumo traduzido da linha do tempo dos eventos que começaram com protestos, da forma como os micro-blogueiros os noticiaram:
15জানুয়ারী ২৫, ২০০৯:25 de janeiro,
16- থিয়েরি বেলা তিনটের সময় জানায় যে সন্ধ্যার দিকে ভিভা রেডিও দখল হতে পারে।- A primeira postagem de thierry às 15h GMT anuncia que a rádio VIVA seria desapropriada mais tarde na mesma noite.
17- বেলা ৪টার সময় আর১লিটা জানায় যে শহরতলীতে প্রতিবাদ চলছে এবং সে ধারণা করেছে যে কিছু প্রতিবাদকারীকে পয়সা দিয়ে আনা হয়েছে।- Às 16h GMT R1lita noticia os protestos no centro da cidade e se pergunta se alguns dos manifestantes foram pagos para comparecer.
18- সন্ধ্যা ৬টার সময় তান্দ্রিয়ামিরাদো পোস্ট করেছে যে ভিভা রেডিও জনগণকে আহ্বান করছে যে তারা যেন সৈন্যদের রেডিও দখল করা থেকে বিরত রাখে।- Às 18h GMT tandriamirado posta que a rádio VIVA pede à população que impeça que as forças armadas entrem no prédio.
19- রাত আটটায় বারীযাওনা রিপোর্ট করে যে ৬৭ হ কোয়ার্টারে ইটপাটকেল ছোঁড়াছুড়ি আর লুটপাট হয়েছে।- Às 20h GMT Barijaona relata vandalismo e apedrejamento em prédios do quarteirão 67ha.
20- রাত দশটায় বেশ কিছু পোস্ট জানায় যে বিদেশী ভাড়াটে সৈন্যরা ভিভা রেডিও দখল করেছে এবং এর প্রচার বন্ধ হয়ে গেছে।- Às 22 GMT várias postagens indicam que há alegações de que soldados estrangeiros entraram na rádio VIVA e que ela parou de transmitir.
21জানুয়ারী ২৬, ২০০৯:26 de janeiro,
22- ভোর পাঁচটার সময় জানা যায় জাতীয় রেডিও (আরএনএম) এবং টেলিভিশন (টিভিএম) এর প্রচার বন্ধ রয়েছে।- Às 05h GMT: relatos de que a rádio (RNM) e a televisão (TVM) nacionais não estão transmitindo.
23- সকাল সাতটার সময় মার্গো শপিং সেন্টারে লুটপাট হয়েছে।- Às 07h GMT: vandalismo contra o shopping center Magro.
24সৈন্যরা বাধা দিয়েছে।As forças armadas fazem intervenção.
25- সকাল দশটার সময় রাজনীতিবিদদের বাড়ীতে আগুণ দেয়া শুরু হয়।- Às 10h GMT: casas particulares de políticos são incendiadas.
26- চার ঘন্টা আগে: দুজন বেসামরিক লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং সরকার সমর্থিত রেডিওগুলির প্রচার বন্ধ হয়ে গেছে।- Há 4 horas: relatos de 2 civis mortos e de que a rádio pró-governo parou de transmitir e está em chamas.
27- তিন ঘন্টা আগে: রেহিতা জানাচ্ছে যে সৈন্যরা আরএনএস এর ভবন পরিত্যাগ করছে যা তাদের রক্ষা করার কথা ছিল।- Há 3 horas: rehita posta que as forças militares deixaram o prédio (RNM) que eles deviam estar protegendo
28২২ মিনিট আগে: পাপাজো৭৮৬ রিপোর্ট করছে যে দক্ষিণের শহরগুলোতে (আন্টসিরাবে ও ফিয়ানারাটসোয়া) শপিং সেন্টারে আগুণ দেয়া হয়েছে।- Há 22 minutos: papajoe786 relata que shopping centers no sul (Antsirabe e Fianaratsoa) foram incendiados.
29৮ মিনিট আগে: আমবোহিমিতসিম্বোনার পুরো এলাকায় বসতিগুলোতে আগুণ দেয়া হয়েছে।- Há 8 minutos: a vizinhança inteira em Ambohimitsimbona onde estão localizados satélites está em chamas.
30৫ মিনিট আগে: ফিদি জানাচ্ছে যে রাষ্ট্রপতির প্লেন তৈরি পরিবার সহ তাকে দুরে নিয়ে যাবার জন্যে।- Há 5 minutos: fidy posta que o avião presidencial está pronto para decolar com a família do presidente
31Nota do editor: Todas as postagens nessa linha do tempo não foram confirmadas por fontes da imprensa tradicional mas foram confirmadas pela família do autor; parece que o presidente Ravalomanana e sua família deixaram o país.