Sentence alignment for gv-ben-20081114-1413.xml (html) - gv-por-20081112-1440.xml (html)

#benpor
1ব্রাজিল: বেআইনি আগুণ জাতীয় পার্ককে হুমকির মুখে ফেলছেBrasil: Parque nacional ameaçado por incêndios ilegais
2একমাসের বেশি সময় ধরে বাহিয়ার চাপাডা দিয়ামান্তিনা জাতীয় পার্ক পুড়ে যাচ্ছে।Há mais de um mês, o Parque Nacional da Chapada Diamantina, na Bahia, queima sem trégua.
3ব্রাজিলের পরিবেশ দপ্তরের তথ্য অনুযায়ী জাতীয় পার্কের ১৫২০ স্কোয়ার কিলোমিটার অঞ্চলের প্রায় অর্ধেকটা পুড়ে গেছে, যার মধ্যে ৭৫০০০ হেক্টর বন (প্রায় নিউ ইয়র্ক শহরের সমান এলাকা)। প্রায় ৫০০ জন- অগ্নি নির্বাপক দল আর স্বেচ্ছাসেবী আগুণের সাথে যুদ্ধ করছে।De acordo com as autoridades ambientais brasileiras, cerca de 50% dos 1.520 km² do parque nacional foram destruídos pelo incêndio, o que representa uma área de 75.000 hectares de floresta (mais ou menos o tamanho da cidade de Nova York).
4ধারণা করা হচ্ছে যে চারনভূমির জন্য খামারের মালিকরা বেআইনিভাবে আগুণ লাগিয়ে বন উজাড় করতে চেয়েছে।Quase 500 pessoas - entre bombeiros e voluntários - tentam apagar as chamas, causadas por queimadas ilegais supostamente iniciadas por fazendeiros locais abrindo espaço para pastagens.
5শুধুমাত্র প্রচুর বৃষ্টি এই আগুণ থামাতে পারবে, কিন্তু এই মাসের শেষে তার তেমন সম্ভাবনা নেই।Apenas chuvas fortes podem apagar as chamas, mas não há previsão de chuvas até o final do mês.
6পাওলো বিকারাতো ভাবছেন (পর্তুগীজ ভাষায়) যে যদি কারন জানা থাকে (এবং এটি প্রথমবার না) তবে কেন আসামীদের ধরা হচ্ছে না:Se as causas são conhecidas e essa não é a primeira vez, Paulo Bicarato se pergunta por que os criminosos nunca foram presos:
7যেন কেউ এটা জানত না।Como se ninguém soubesse disso.
8যদি কারন জানা থাকে, তাহলে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে এটায় কারো যোগসাজশ আছে।Se as causas são conhecidas, só se pode deduzir que há conivência por parte de alguém.
9দু:খজনক, খুবই দু:খজনক যে প্রতি বছর একই জিনিষ দেখতে হচ্ছে।Triste, muito triste ver que todo ano é a mesma coisa.
10মারিলিয়া মিলার দেখিয়েছেন যে (পর্তুগীজ ভাষায়) ইচ্ছাকৃতভাবে আগুণ লাগানো ছাড়াও, কর্তৃপক্ষ কাজ করতে অনেক সময় নিয়েছে:Marilia Miller destaca que além do problema de incêndios deliberados, as autoridades demoraram muito para entrar em ação:
11কোন সন্দেহ ছাড়া যে জিনিষ আমাদেরকে সব থেকে বেশী চিন্তিত করে তা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী যোগানে ঢিলেমী ফলে তারা সেসব জিনিষের অভাবে আগুণ নেভাতে পারেনি।O que mais nos incomoda, portanto, sem dúvida, é a morosidade das autoridades competentes em viabilizar os recursos às brigadas voluntárias, que estão deixando de apagar fogo por falta de equipamentos (EPIS e Material de Combate) e de apoio logístico, tais como deslocamento e alimentação.
12এগুলোর মধ্যে ছিল একা আর সম্মিলিতভাবে অগ্নি নির্বাপনের যন্ত্র আর লজিস্টিক সাহায্য যেমন যাতায়াত আর কর্মীদের খাদ্য।
13চাপাডা দিয়ামান্তিনা হচ্ছে বাহিয়ার প্রধান পানি সরবরাহের উৎস (দেশের ৮০% পানি এই অঞ্চল থেকে আসে) এই বাস্তবতা অগ্রাহ্য করে সরকার বরাবরের মতো অনুপস্থিত ছিল।O Governo do Estado, como sempre, está ausente, desconsiderando completamente o fato de que a Chapada Diamantina é a provedora de água dos baianos (80% das águas do estado nascem nessa região).
14সাবারবিওএম্ফোকো ব্লগ চিৎকার করছে:O blogue SuburbioEmFoco grita:
15এ নিয়ে নিরবতা কেন?- PORQUE O SILÊNCIO?
16কেন প্রচার মাধ্যমগুলো এটা নিয়ে কথা বলছে না?PORQUÊ A FALTA DE DIVULGAÇÃO DA GRANDE MÍDIA?????
17জে জুইজ সোয়ারেস জিজ্ঞাসা করেছেন যে এটা কি একটা বেহেস্তের সমাপ্তি কিনা:Zé Luiz Soares imagina se esse é o fim do paraíso:
18আমি চাপাডায় যাইনি। আসলে এটা নিয়ে আমি বছরের পর বছর স্বপ্ন দেখেছি, দুরের একটা বেহেস্ত যাওয়ার জন্য।Fotos tiradas em julho de 2005 por William Kitzinger e usadas sob licença da Creative Commons.
19ব্রাজিলে আমার সব থেকে আকাঙ্খিত ভ্রমণের জায়গার এই পরিণতি।Veja seu álbum da Chapada Diamantina.
20এই যাত্রা আমি কতদিন ধরে পরিকল্পনা করেছি যে ব্যাকপ্যাক নিয়ে কোন উদ্দেশ্য ছাড়া সেখানে ঘুরে বেড়াব।
21এই একটা স্বপ্ন যা মনে হচ্ছে হারিয়ে যাবে লোভ, অযোগ্যতা আর দায়িত্বহীনতার কারনে। যা আশা করার আছে তা হলো আবার ইশ্বরের হস্তক্ষেপ।Outrora fonte de ouro e diamantes, nos dias de hoje a Chapada Diamantina prospera com o eco-turismo.
22২০০৫ সালের জুলাই মাসে ছবিগুলো তুলেছেন উইলিয়াম কিটজিঙ্গার এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত।
23তার চাপাডা দিয়ামান্টিনা অ্যালবাম দেখুন। চাপাডা দিয়ামান্তিনা একসময়ে হীরা আর সোনার বড় উৎস ছিল কিন্তু এখন উন্নতি করেছে পরিবেশ পর্যটনের উপর ভরসা করে।Devido à estação seca do ano e ao calor forte, pequenos focos de fogo aparecem com frequência e normalmente a própria floresta se encarrega de se recuperar.
24লাগাতার শুকনো মৌসুম আর প্রবল তাপের কারনে ছোট আকারের আগুণ লাগা এই এলাকায় স্বাভাবিক আর সাধারণত তা নিজে থেকেই নিভে যায়।
25বড় আগুণ লেগেছিল ১৯৯৮ আর ২০০৩ সালে কিন্তু এই বছর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চাপাডা তার প্রাচুর্য একেবারের মতো হারাতে পারে।Ocorreram grandes incêndios 1998 e 2003, mas a situação está fora de controle nesse ano, e caso não seja reflorestada, a Chapada pode perder para sempre sua exuberância.