# | ben | por |
---|
1 | কিউবা: সবুজ নগরের রক্ষক | Cuba: Guardiões dos Espaços Verdes Urbanos |
2 | ২০০৬ সালের ডিসেম্বরে কিউবার রাজধানী হাভানার সান অগাস্টিন অঞ্চলে একটি শতবর্ষী সেইবা গাছ কেটে ফেলা হয়েছিল। | Em dezembro de 2006, uma árvore Paineira foi derrubada no bairro de San Agustín em Havana, capital de Cuba. |
3 | কিন্তু সেটি গাছের চেয়েও বেশি কিছু ছিল। | Mas não era uma simples árvore. |
4 | এটি নগরের প্রতীক এবং এই ক্যারিবীয় দেশটির একটি দর্শনীয় বস্তু ছিল। | Era o símbolo da cidade e do patrimônio cultural dessa nação caribenha. |
5 | এই দুঃখজনক ঘটনাটি ২০০৭ সালের জানুয়ারিতে তরুণ কিউবানদের একটি অংশকে এল গার্ডাবস্কস (অরণ্য রক্ষক) নামে একটি সংগঠন গড়তে উদ্বুদ্ধ করেছে যার মূল লক্ষ্য “সবুজায়নের সুব্যবস্থা করা”। ইসাবেল ডায়াজ, এল গার্ডাবস্কস এর প্রতিষ্ঠাতা | Esse triste acontecimento inspirou um grupo de jovens cubanos a fundar El Guardabosques (O Guardião da Floresta) em Janeiro de 2007, com a missão de “contribuir para um melhor gerenciamento dos espaços verdes”. |
6 | এল গার্ডাবস্কস সেইবা গাছটির কর্তনের কথা জানিয়ে শত শত ইমেইল করেছে যার মধ্যে সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। “অবিশ্বাস্য প্রতিক্রিয়া।” | El Guardabosques denunciou a derrubada da Paineira através de um e-mail enviado a centenas de destinatários, incluindo instituições governamentais. |
7 | এই পরিবেশবাদী দলটির প্রতিষ্ঠাতা ইসাবেল ডায়াজ বলেন, “এবং এটা আমাদেরকে প্রথম ধাপ ডিজিটাল সংবাদবাহী পত্র (নিউজলেটার) সম্পাদনে অনুপ্রেরণা দিয়েছে।” | “A resposta foi incrível”, diz Isbel Díaz, fundador do grupo ambientalista, “e nos incentivou a realizar a primeira ação: editar uma newsletter digital”. |
8 | এই দলটি “নগর পরিবেশের উপর পরিবেশবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদের জন্য” এখন বিনামূল্যে একটি ডিজিটাল সংবাদবাহী পত্র প্রকাশ করেছে। | O grupo hoje publica uma newsletter gratuita “para denunciar depredações antiecológicas no ambiente urbano”. Isbel Díaz, fundador do El Guardabosques |
9 | এই প্রকল্পের সদস্যরা একটি সমাজ গড়তে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মাধ্যমের ভূমিকা তুলে ধরেছেন। | Os membros desse projeto reconhecem o papel da tecnologia e das redes virtuais na criação de uma comunidade. |
10 | ইসাবেল ডায়াজের বক্তব্য অনুসারে, “নেটওয়ার্কগুলো আপনাকে বেসরকারি বা রাষ্ট্রীয় যে কোন প্রতিষ্ঠানের আইন লঙ্ঘন বা গুপ্ত অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যোগাযোগ চ্যানেল গড়তে সাহায্য করে।” | De acordo com Isbel Díaz, as redes permitem que você construa “seus próprios canais de comunicação para denunciar a atuação de instituições privadas ou estatais que violam a lei, ou que, escondidas nas lacunas da lei, prejudicam o meio ambiente.” |
11 | এভাবে এল গার্ডাবস্কস গঠিত হয়, যেখানে অপ্রাতিষ্ঠানিক প্রকৃতিপ্রেমীরা অন্তর্ভুক্ত: | Assim nasceu El Guardabosques, uma rede não-institucionalizada de pessoas apaixonadas pela natureza [es]: |
12 | প্রাথমিকভাবে পাঁচজন থেকে এখন সান অগাস্টিনের সকল বাসিন্দারাসহ আরো মানুষ ও দল এতে অংশ নিচ্ছে। | A partir de um núcleo inicial de cinco pessoas, todas moradores de San Augustín, mais pessoas e grupos têm se unido a esse trabalho. |
13 | কিছু লোককে শুধু মাত্র একটা গাছ লাগানোর পর আর দেখা যায় নি, এবং আরো অনেকেই আছে যারা আমাদের প্রায় সব কাজেই অংশ নিয়েছে। | Alguns participam apenas de um plantio de uma árvore, e nunca mais os vemos, há outros que participam de quase tudo que fazemos. |
14 | এই কার্যক্রমের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় সর্বসাধারণের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ। | O aspecto mais significativo desse projeto é o seu foco na inclusão e na democracia participativa. |
15 | এল গার্ডাবস্কসে অংশগ্রহণের জন্য বয়স, লিঙ্গ, ধর্ম, রাজনীতি বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কোন বিধিনিষেধ নেই। | Não há exclusões baseadas em idade, sexo, orientação sexual, credo religioso, filiação política ou situação econômica para participar do El Guardabosques. |
16 | নদী, সাগর ও ভূমি সংস্কার এবং এর সাথে মূলত বৃক্ষ রোপণ ও পরিচর্যার উপর জোর দেয়ার জন্য পাঁচ বছরেরও বেশি সময় ধরে ইন্টারনেটে এই নিউজলেটার প্রশংসিত হচ্ছে। | Há mais de cinco anos, a distribuição da newsletter na Internet é complementada com centenas de atividades como limpeza de rios, oceanos e aterros. Além disso, há projetos comunitários dedicados ao plantio e cuidado de árvores. |
17 | বর্তমানে, এল গার্ডাবস্কসের একটি নিউজলেটার প্রায় ১০০০টি ইমেইল অ্যাড্রেসে পাঠানো হয়েছে। | Atualmente, a newsletter do El Guardabosques é enviada para quase 1.000 endereços de e-mail. |
18 | এর মধ্যে আটাত্তর শতাংশ হল কিউবার অভ্যন্তরীন নেটওয়ার্ক বিশেষ করে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কেন্দ্র থেকে ইন্টারনেট ব্যবহারকারী। | Setenta e oito por cento desses endereços pertencem a residentes de Cuba que acessam a Internet a partir da rede interna, principalmente em universidades, institutos de pesquisa, instituições culturais e artísticas. |
19 | এই দলটি হারমানোস সেইজ সংগঠন কর্তৃক পরিচালিত “আমরা কিউবাকে নিয়ে ভাবি,” নামক সমিতির সাথে অংশ নিয়েছে। | O grupo também participou de enventos como o painel “Pensamos Cuba”, coordenado pela Associação Hermanos Saiz [es]. |
20 | একটি অ্যানাকাগুইতা রোপণ। | Plantio de uma Anacagüita. |
21 | ছবি: ইসাবেল ডায়াজের সৌজন্যে | Foto: Cortesia de Isbel Díaz |
22 | ২০০৯ সালের জুনে, এল গার্ডাবস্কস রেড প্রতাগনিকা অবজারভেতোরিও ক্রিতিকো [es] নামক একটি নেটওয়ার্কে এসেছে যেখানে যেখানে শৈশবকালীন বিষয়বস্তু, লিঙ্গ বৈষম্য, প্রতিযোগিতা, তথ্য ও সাংস্কৃতিক কর্মকান্ড সম্পর্কিত ডজনখানেক কর্মশালা রয়েছে। | Em junho de 2009, El Guardabosques juntou-se à Red Protagónica Observatorio Crítico [es], uma rede que inclui alguns projetos que trabalham com questões relacionadas à infância, diversidade sexual, raça, informação, promoção cultural, entre outros. |
23 | অংশগ্রহণকারীরা একটি নার্সারিতে একটি অ্যানাকাগুইতা বৃক্ষরোপণের মাধ্যমে তাদের চতুর্থ সমাবেশ করেন। | Os participantes abriram o quarto encontro, em 2010, com o plantio de uma Anacaguita em um viveiro. |
24 | নিউজলেটারের ভাষ্য অনুযায়ী: | De acordo com a newsletter: |
25 | বন্ধুভাবাপন্ন পরিচালক, শিশু-কিশোর, রেড প্রতাগনিকা অবজারভেতোরিও ক্রিতিকোর সদস্য এবং অতিথি দ্বারা পরিচালিত এই কেন্দ্রের কর্মীরা একত্রে গাছের চারা রোপণের জন্য সর্বোৎকৃষ্ট স্থান নির্বাচন করেছে। | Trabalhadores do centro, liderados por seu simpático diretor, crianças da comunidade, membros da Red Protagónica Observatório Crítico e convidados do evento decidiram, coletivamente, o melhor local para plantar a mudinha. |
26 | আমরা গর্ত খুঁড়েছি, গাছটি রোপণ করেছি এবং তাতে পানি দিয়েছি। | Cavamos o buraco, plantamos a árvore, e regamos a planta. |
27 | সান অগাস্টিনে সেইবা গাছটির ধ্বংস পারস্পরিক সমর্থক ও পরিবেশবাদীদের সমন্বয়ে এরকম একটি অসাধারণ নেটওয়ার্ক গঠনে উদ্বুদ্ধ করেছে। | A derrubada da Paineira em San Agustín inspirou a criação de uma admirável rede de pessoas que se apoiam mutuamente e acreditam nas causas ambientais. |
28 | এল গার্ডাবস্কসও এর পরিবেশবাদী নেটওয়ার্কের সম্প্রসারণ করেছে এবং অন্য কর্মশালা বিনিময়ের জন্য জায়গা করে দিয়েছে। | El Guardabosque também ampliou sua rede de ambientalistas e criou um espaço para intercâmbio com outros projetos. |