Sentence alignment for gv-ben-20081225-1484.xml (html) - gv-por-20080729-1179.xml (html)

#benpor
1বাংলাদেশ: টুইটার এবং ব্লগের মাধ্যমে ভূমিকম্প সম্পর্কে জানানোBangladesh: Blogando e twitando um terremoto
2গত ২৭শে জুলাই বাংলাদেশ সময় রাত বারোটা একান্ন মিনিটে একটি মাঝারী মাত্রার ভূমিকম্প হয়েছিল যার কম্পন ঢাকায় অনুভুত হয়েছিল।Um terremoto atingiu a capital Dhaka no dia 27 de julho, por volta das 00h51 no horário de Bangladesh (+6 GMT).
3রাসেল জন তার ব্লগে জানাচ্ছেন:Russell John relata [en] em seu blogue:
4আমি বিছানায় শুয়ে একজন বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম। হঠাৎ করেই আমার বিছানা দুলতে লাগল।Rapidamente perguntei ao meu amigo no IRC, e ele também tinha sentido o abalo.
5তিন সেকেন্ডের মধ্যেই কম্পন থেমে গেল।Então era mesmo um terremoto!
6আমার প্রথম অনুভুতি ছিল যে একটি বিড়াল আমার বিছানার নীচে গিয়ে একে নাড়াচ্ছে।
7কিন্তু সাথে সাথেই মনে হল বিছানাটিতো ভারী এবং বিড়ালের তা পারার কথা না।Um terremoto em Dhaka às 00:51 AM!
8আমি দেখলাম আসলেই কোন বিড়াল বিছানার নীচে নেই।Russell twitou [en] na mesma hora:
9আমি তাড়াতাড়ি আইআরসিতে আমার বন্ধুদের জিজ্ঞাসা করলাম এবং তারা বলল যে তারাও ভূমিকম্প অনুভব করেছে।
10তাহলে সত্যিই একটি ভূমিকম্প হয়েছে! ঢাকায়..Oh meu deus, acabei de sentir um terremoto!
11রাত ১২টা একান্ন মিনিটে! রাসেল টু্ইটারে সাথে সাথেই জানালো:Dentro de minutos, tweets começaram a aparecer confirmando que outros também sentiram o tremor.
12ও ঈশ্বর, আমি এখনই একটি ভূমিকম্প অনুভব করলাম! কয়েক মিনিটের মধ্যেই আরও টুইটার মেসেজ আসা শুরু করল যা নিশ্চিত করল যে ঢাকায় আসলেই ভূমিকম্প হয়েছে।Munaz do Nothing to Lose and Nothing to Gain [Nada a ganhar e nada a perder] compartilhou [en] os feeds de alguns amigos no Twiter:
13নাথিং টু লুজ এন্ড নাথিং টু গেইন এর মুনাজ তার কয়েক বন্ধুর টুইটার ফিড তার ব্লগে উপস্থাপন করেছে: অনলাইনে এর বেশী তথ্য পাওয়া যাচ্ছিল না (কিছু বাংলা ব্লগ ছাড়া) এবং সবাই সাম্প্রতিক খবর জানতে চাচ্ছিল।Demorou para que as informações aparecessem na internet (com a exceção de alguns blogs em Bangla [bn]) e todo mundo estava tentando saber das últimas notícias.
14বাউয়ানী ইউএস জিওলজিকাল সার্ভে এবং জাতীয় ভূমিকম্প কথ্য কেন্দ্রে যোগাযোগ করে যে তথ্য পেয়েছে তা তার ব্লগে উপস্থাপন করেছে:Então Bauani, do blog Information, entrou em contato com o Centro Nacional de Informação sobre Terremotos, do U.S. Geological Survey, e postou o que descobriu [en] :
15ভূমিকম্পের মাত্রা: ৪.Magnitude: 4.9
16৯ তারিখ-সময়: শনিবার, জুলাই ২৬, ২০০৮ ১৮:৫১:৪৯ গ্রীনিচ মান সময় ভূমিকম্পের স্থান: ২৪.Data e horário: Sábado, 26 de julho de 2008 às 18:51:49 UTC
17৭৭৩ ডিগ্রি উত্তর, ৯০.Local: 24.
18৪৮০ ডিগ্রি দক্ষিণ ভূমিকম্পের কেন্দ্র: ৫.773°N, 90.
19২ কিমি (৩.480°E
20২ মাইল) ভূগর্ভে অঞ্চল: বাংলাদেশProfundidade: 5.2 km (3.2 milhas) (poorly constrained)
21তিনি যখন যে সংবাদ পাচ্ছিলেন তাই তার ব্লগে প্রকাশ করছিলেন।Região: BANGLADESH Ele também postou atualizações sempre e quando elas foram disponibilizadas.
22দৃশ্যত: কোন হতাহতের সংবাদ পাওয়া যায় নি। তবে জনবহুল মেগাসিটি ঢাকার মানুষকে এটি ভয় ধরিয়ে দিয়েছে।Ao que tudo indica, não houve relatos de casualidades mas o terremoto abalou os moradores de Dhaka, uma grande e populosa cidade.
23ইন দ্যা মিডল অফ নো হোয়্যার এর রুমী লিখেছেন:Rumi do In The Middle of Nowhere [No meio do Nada] escreve:
24সারা বিশ্বের টেকটনিক প্লেটগুলোর মানচিত্রMapa de todas as grandes e menores placas tectônicas do mundo
25আপনি যদি উপরের ম্যাপে বাংলাদেশের অবস্থান দেখেন তাহলে দেখবেন দুটি প্লেটের সীমানা, তার মানে দুটি ফল্ট লাইন বাংলাদেশের উপর দিয়ে গেছে।
26অনেক বিজ্ঞানীরাই একটি ৮-৯ রিশটার স্কেলের ভয়ানক ভূমিকম্পের আশংকা করেন বিশেষ করে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ ভাগে।
27তাহলে বাংলাদেশে একটি বিশালাকার ভূমিকম্প হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।Portanto, também é possível que (um) terremoto maior aconteça em Bangladesh.
28আমরা কি এর জন্যে তৈরী?Estamos preparados?