Sentence alignment for gv-ben-20120719-28643.xml (html) - gv-por-20120716-33028.xml (html)

#benpor
1সিরিয়া: ত্রেইমসেহ গণহত্যায় ক্ষোভ এবং দুঃখSíria: Massacre em Traymseh Evoca Ódio e Tristeza
2গত বছর পবিত্র রমজান মাসের প্রাক্কালে বাশার আল-আসাদের শাসনের অনুগত সিরীয় বাহিনী কেন্দ্রীয় শহর হামা'তে প্রায় ৪৫ জন বেসামরিক লোকের উপর গণহত্যা চালিয়েছিল।No ano passado, às vésperas do mês sagrado do Ramadã (ou Ramadão), forças militares sírias fiéis ao regime de Bashar al-Assad massacraram cerca de 45 civis na cidade central de Hama.
3এই বছর রক্তপাতটি ঘটে হামা'র উপকণ্ঠে ত্রেইমসেহ গ্রামে। তবে এবার মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি মনে করা হচ্ছে।Este ano, o derramamento de sangue ocorre num vilarejo vizinho a Hama, o de Traymseh, mas acredita-se que o total de mortes é muitas vezes maior.
4এক্টিভিস্টদের মতে ১২ই জুলাই তারিখে গ্রামটিতে তিনটি পুরো পরিবারসহ প্রায় ২২০ জন বেসামরিক লোককে হত্যা করা হয়েছে।Segundo ativistas, cerca de 220 civis foram assassinados [en] no vilarejo no dia 12 de julho de 2012, incluindo três famílias inteiras.
5সিরীয় লেখক এবং ব্লগার রাইম আল্লাফ লিখেছেন:A escritora e blogueira síria Rime Allaf [en] relata:
6@রাল্লাফ: #সিরিয়া'র #হামা প্রদেশে আরেকটি গণহত্যার খবর এসেছে: ২২০ জন শিকার, অনেককে ছুরি দিয়ে জবাই করা হয়েছে, শিশুদেরকেও, ৩টি পুরো পরিবার।@rallaf: Notícias sobre um novo massacre na ‪#Syria‬, ‪província de #Hama‬: cerca de 220 vítimas, muitas mortas com facadas, crianças inclusive, 3 famílias inteiras.
7প্রতিক্রিয়াগুলোতে অনিয়ন্ত্রিত ক্রোধ এবং বিষণ্ণতা থেকে শুরু করে পরম অসহায়ত্ব প্রকাশিত হয়েছে।As reações variaram de ódio e tristeza descontrolados a um sentimento de total abandono.
8সিরীয় এক্টিভিস্ট সাকিব আল-জাবরি তার অনুভূতিগুলো সংকলিত করেছেন এখানে:O ativista sírio Shakeeb Al-Jabri resume os sentimentos:
9@লে'শেক: আমি জানিনা কারো “ইতোপূর্বে দেখা” গণহত্যার প্রতিক্রিয়াটি দুঃখজনক বা বেপরোয়া কিংবা অন্য কী হতে পারে।@LeShaque:Não sei se é triste ou desesperador ou o quê quando a reação de alguém a um massacre é de “deja vu. ” ‪
10#সিরিয়া#Syria
11এদিকে কারিম লাইলাহ টুইট করেছেন:Enquanto que Kareem Lailah tuíta:
12@করিমলাইলাহ: এখন পর্যন্ত, মাটির উপরের চেয়ে মাটির তলে সিরীয়দের সংখ্যা বেশি।@KareemLailah: No momento há mais sírios debaixo da terra do que na superfície.
13#সিরিয়া#Syria
14শাকিব আল-জাবরিও সিরীয়দের গণহত্যার সম্পর্কে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে বিলাপ করেছেন, বিশেষ করে একারণে যে সিরিয়াকে নিয়ে ইউএনএসসি'র (জাতিসংঘ নিরাপত্তা পরিষদ) একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের পর এটাই প্রথম গণহত্যা নয়:Shakeeb al-Jabri também lamenta a falta de ação das instituições internacionais no que diz respeito aos massacres na Síria, particularmente quando se tem em mente que este não foi o primeiro massacre a ocorrer durante uma reunião importante do Conselho de Segurança das Nações Unidas voltada para a Síria:
15@লে'শেক: মুড, আনান, বান, ইউএনএসসি সবাই গণহত্যার নিন্দা করবেন, কিন্তু দুস্কৃতিকারীটিকে নয়, যেন মানুষ শুধু এমনি এমনি মারা যাচ্ছে।@LeShaque: Mood, Annan, Ban, a UNSC, todos irão condenar o massacre, mas não os responsáveis, como se as pessoas simplesmente morressem, de forma espontânea.
16#সিরিয়া#Syria
17এবং কথাটিকে সত্যি করে দিয়ে এই গণহত্যার অব্যবহিত পরেই জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস গণহত্যাটির নিন্দা করতে এগিয়ে এসেছেন:E, como se tivessem ouvido, logo depois do massacre a embaixadora americana para as Nações Unidas, Susan Rice, surgiu para condenar o massacre:
18@রাস্ট্রদূতরাইস: #ত্রেইমসেহগণহত্যা'র প্রতিবেদন বিকট দুঃস্বপ্নের মতো - #ইউএনএসসি'র পদক্ষেপের বাধ্যবাধকতার প্রয়োজনীয়তা নাটকীয়ভাবে চিত্রায়িত করে #সিরিয়া।@AmbassadorRice: Relatos do #TraymsehMassacre equivalem a um verdadeiro pesadelo - ilustram dramaticamente a necessidade de se tomar medidas coercitivas contra a Síria
19“আমাদের জবাই করার সময় বিশ্ব তাকিয়ে দেখছে।“O mundo assiste enquanto somos massacrados.
20আমরা ত্রেইমসেহ গণহত্যা ভুলবো না”, সিরিয়ার বিপ্লবের জন্যে ফেসবুক পৃষ্ঠাসমূহের ইউনিয়ন
21নাফসাইলেন্স বিদ্রূপাত্মকভাবে সদ্য প্রতিষ্ঠিত জাতীয় সমঝোতা মন্ত্রণালয় সম্পর্কে তার পাঠকদের স্মরণ করিয়ে দিয়েছেন:O Massacre de Traymseh, não nos esqueceremos”, por Union of Facebook Pages for the Syrian Revolution [União das Páginas do Facebook em favor da Revolução Síria] [ar]
22@নাফসাইলেন্স: উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে (আনানের কাছে বাশারের বড়াই করা) নতুন জাতীয় সমঝোতা মন্ত্রণালয়ের অধীনে এই ধরনের গণহত্যা এটাই প্রথম@NuffSilence: É importante observar que este é o primeiro massacre do tipo que ocorre sob o novo ministério da Reconciliação Nacional (sobre o qual Bashar falou a Annan com orgulho)
23অন্যদিকে সাফ'আ সানকারি এই বিয়োগান্তক ঘটনাগুলোর মাধ্যমে সিরীয়দের তাদের দেশের গ্রামাঞ্চলের ছোট্ট শহরগুলিকে আবিষ্কার করার একটি সাধারণ অনুভূতির প্রতিফলন ঘটিয়েছেন:Enquanto que Safaa Sankari transmite um sentimento comum entre os sírios, que vêm descobrindo sobre a existência de pequenas cidades na área rural de seu país através dessas tragédias:
24@সাফ'আ সানকারি: আজ #সিরিয়া'র #ত্রেইমসেহগণহত্যা'য় ২০০ জনের বেশি নিহত হয়েছে; সিরিয়ার যে শহরগুলোর অস্তিত্ব আমি কখনো জানতাম না আমি এখন সেটা জানি এসব গণহত্যার কারণে@SafaaSankari: Mais de 200 pessoas foram mortas no #TraymsehMassacre #Syria (massacre de Traymseh, na Síria) hoje; cidades que eu nem mesmo sabia que existiam na Síria, vim a conhecer agora por causa desses massacres :(
25উগারিতি হোমসি গণহত্যার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সিরীয় কর্তৃপক্ষের “দুষ্কৃতিকারীদের” গ্রেপ্তারের দাবি নিয়ে উপহাস করেছেন:Ugariti Homsi zomba da declaração feita pelas autoridades sírias de que prenderam os “responsáveis” poucas horas depois do massacre:
26@উগারিতি_হোমসি: সিরিয়া রাষ্ট্রীয় টিভি: “#ত্রেইমসেহগণহত্যা সংঘটনকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে” হায় আল্লাহ! এখনি আমার হার্ট অ্যাটাক হবে!!@Ugariti_Homsi: TV estatal da Síria: “os terroristas que cometeram o #MassacreTraymseh foram presos” Ah, meu Deus, estou tendo um infarto neste instante!!
27#মিথ্যাবাদীরা#Mentirosos
28এবং সবশেষে সামি আল-হামভি গণহত্যাটিকে নিন্দা করে দেশজুড়ে ভিন্ন একটি বিক্ষোভের ছবি ভাগাভাগি করেছেন:E, por fim, Sami al-Hamwi compartilha uma foto dos diferentes protestos pelo país que condenam o massacre:
29@হামাইকো: আজ রাতে এজেএম ত্রেইমসেহ'কে সমর্থন করে ৫টি ভিন্ন বিক্ষোভের প্রবাহ দেখাচ্ছে।@HamaEcho: AJM exibe 5 correntes diferentes de manifestação em suporte de Treimseh esta noite.”
30#সিরিয়া আজ রাতে এজেএম ত্রেইমসেহ'কে সমর্থন করে ৫টি ভিন্ন বিক্ষোভের প্রবাহ দেখাচ্ছে।AJM exibe 5 correntes diferentes de manifestação em suporte de Treimseh esta noite.
31আপলোড করেছেন টুইটার ব্যবহারকারী @হামাইকোUploaded pelo usuário de Twitter @HamaEcho