# | ben | por |
---|
1 | দক্ষিণ ওসেটিয়া: যুদ্ধ সম্বন্ধে একজন ফটোসাংবাদিকের মতামত | Ossétia do Sul: Pensamentos de um Fotojornalista sobre a Guerra |
2 | দক্ষিণ ওসেটিয়া সংকটের বিস্তারিত ও তাজা খবরের জন্যে গ্লোবাল ভয়েসেস বিশেষ কাভারেজ পাতা দেখুন | Veja a página especial da cobertura do Global Voices sobre crise na Ossétia do Sul (em inglês). |
3 | ককেশাসের বর্তমান সংঘর্ষপূর্ণ এলাকা থেকে প্রত্যক্ষদর্শীদের বিবরণ এখনও রাশিয়ার ব্লগোস্ফিয়ারের এখানে সেখানে দেয়া হচ্ছে। | Relatos de primeira mão sobre a zona de conflito no Cáucaso continuam a aparecer aqui e ali na blogosfera russófona. |
4 | দক্ষিণ ওসেটিয়া এবং জর্জিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার এক মাস পরে সেপ্টেম্বরের ৮ তারিখে রাশিয়ার ফটোসাংবাদিক ওলেগ ক্লিমোভ যুদ্ধ সম্পর্কে তার মতামতগুলো তার ব্লগে দিয়েছেন। তিনি লিখেছেন যে যুদ্ধ কেমন ছিল, এর গন্ধ কি এবং এর অভিজ্ঞতা কি ছিল, প্রচার মাধ্যম ও বিভিন্ন প্রপাগান্ডা সম্পর্কে, এবং যুদ্ধের সময়কার লুটপাট (যা মনে হয় সব যুদ্ধেই দেখা যায়) সম্পর্কে তার মতামত ব্যক্ত করেছেন। | No dia 8 de setembro, um mês depois do início da guerra na Ossétia do Sul e Geórgia, o fotojornalista russo Oleg Klimov publicou seus pensamentos [Ru] sobre como ele vê a guerra, qual o seu cheiro, sobre a imprensa e a propaganda, e sobre o que parece ser a natureza humana universal de realizar saques em tempos de guerra. |
5 | [ওলেগ ক্লিমোভের তোলা ‘ফিউনারেলের পর তস্খিনভ্যালির ধ্বংসাবশেষের ছবি'] | [foto de Oleg Klimov de uma ‘lamentação pós-funeral entre as ruinas de Tskhinvali‘] |
6 | [ওলেগ ক্লিমোভের তোলা ‘তস্খিনভ্যালি আর গোরীর মাঝে একটি গ্রামের' ছবি] | [foto de Oleg Klimon de ‘uma vila entre Tskhinvali e Gori‘] |
7 | সবচেয়ে খারপ ব্যাপার হলো আমার কাছে যুদ্ধের গন্ধ অসহ্য লাগে। | O que eu mais detesto é o cheiro da guerra. |
8 | পোড়া ভেঁজা প্লাস্টিক ও কাঠের গন্ধ, মৃত মানুষের গন্ধ ইত্যাদি সম্মিলনে একটি বদ গন্ধ। | O seu fedor. Uma combinação de madeira húmida molhada, plástico e o cheiro de cadáveres. |
9 | “যেন এক কড়া সুগন্ধি'। | ‘A parfume'. |
10 | যুদ্ধের এই গন্ধ যেন মানুষের পঞ্চেন্দ্রিয়েরই একটি যার দ্বারা কিছুদিন আগের ঘটে যাওয়া অতীত সম্পর্কে আঁচ করা যায়। | O sentido do cheiro da guerra é um dos cinco sentidos importantes, uma habilidade de perceber e reconhecer o cheiro de eventos do passado. |
11 | আমার সবসময়ই একটি খেদ আছে যে তোলা ছবির কোন গন্ধ থাকে না, যেমন টাকাপয়সারও কোন গন্ধ নেই। থাকলে আমরা সবাই এতদিনে তার দ্বারা অসুস্থ হয়ে পরতাম। | Eu sempre lamentei que as fotos, assim como o dinheiro, não tenham cheiro… Se elas tivessem, definitivamente estaríamos todos nauseados agora. |
12 | যুদ্ধ থামার পরবর্তী সময়গুলোতে বিশেষ করে, যখন আমরা ছিন্নবিচ্ছিন্ন লাশ এবং অন্যান্য বিভীষিকা দেখি ছবির মাধ্যমে। | Desde o princípio, no mínimo, mais do que pelas imagens fortes de corpos desmembrados e outros horrores… |
13 | আজকে, আমি ভেস্তি-২৪ চ্যানেলে (রাশিয়ার একটি সরকারী টিভি চ্যানেল) একটি ডকুমেন্টারী দেখলাম। | Na noite passada assistí um ‘documentário' do Vesti-24 [em um canal controlado pelo Estado Russo]. |
14 | এখানে বলা হচ্ছে যে জর্জিয়ানরা যুগ যুগ ধরে ‘আবখাজ' ও ‘ওসেটিয়ানদের' বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। | Pelo que parece os Georgianos vem ‘genocidando' os Ossétios e os Abkhazis através dos séculos. |
15 | আমি সত্যিই জানি না ‘জাতিগত বিদ্বেষ' ছড়ানোর বিরুদ্ধে কোন আইন আছে কি না। | Eu realmente não entendo onde foi parar a lei contra a ‘incitação de ódio étnico'. |
16 | এই বিদ্বেষ শুধুমাত্র রাজনীতিবিদ আর সাংবাদিকদের মাধ্যমেই ছড়ানো হচ্ছে না, সাধারণ মানুষের মাধ্যমেও। | Este ódio está sendo imposto não apenas no nível dos ‘políticos e jornalistas', mas também no nível das pessoas. |
17 | এখন মানুষ মানুষকে ঘৃণা করে। | E as pessoas odeiam umas às outras. |
18 | এবং ‘বিজ্ঞ রাজনীতিবিদরা' বলেন যে মানুষের মন বোঝা কঠিন কিছু না.. কিন্তু এক্ষেত্রে মানুষের মনের ভাব বুঝতে কষ্ট হচ্ছে। | E os ‘políticos mais espertos' dizem que, em um nível humano, é possível entender as pessoas… Mas o esperado é que seja exatamente no nível humano que seja impossível entender isso. |
19 | জর্জিয়ানদের বাড়ীঘর পুড়িয়ে দেয়া হচ্ছে এবং লুটপাট চালানো হচ্ছে। | As casas georgianas estão sendo incendiadas e saqueadas. |
20 | ওসেটিয়ানদের বাড়ীঘরেও এমন হচ্ছে। | A mesma coisa está acontessendo com as casas ossétias. |
21 | এবং তারা ক্রমাগত লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েই যাবে। | E eles vão continuar a queimá-las e saqueá-las. |
22 | হয়ত এটিই মানুষের স্বভাব। | Talvez isso seja da natureza humana. |
23 | ‘জাতিগত যুদ্ধ'গুলোতে সবসময়ই এরুপ হয়ে থাকে। | Isso sempre acontece deste jeito durante ‘guerras étnicas'. |
24 | বসনিয়া এবং কসোভোতে এমন হয়েছিল। | Aconteceu na Bósnia e Kosovo. |
25 | ‘পালা'য় (সারায়েভোর কাছে) এবং নিউট্রাল জোনে রুশ কশাক এবং ভাড়াটে যোদ্ধারা লুটপাট করেছে। এসবটুকুই যেন পূর্ব পরিকল্পিত ছিল। | Em Pala (perto de Sarajevo), na [zona neutra], destacamentos de ‘Cossacos Russos' e [mercenários] estavam entre aqueles que faziam os saques. |
26 | তারা জীবন বাজি রেখে কার্পেট, টিভি সেট ইত্যাদি সার্বিয়ান জোনে নিয়ে গিয়ে দালালদের কাছে বিক্রি করেছে। এরা আবার দামী জিনিষগুলো বেসরকারী মার্কেটগুলোতে বিক্রি করেছে। | Havia todo um ‘sistema' para isso: arriscando suas vidas, eles estavam levando tapetes, aparelhos de TV, etc., para a zona Sérvia e os vendiam no atacado pra intermediários, que, por sua vez, estavam vendendo os ‘espólios de guerra' em mercados civis. |
27 | আমি এসব নিজে দেখেছি এবং এর স্বপক্ষে বলতে শুনেছি: “স্বপ্রণোদিত যোদ্ধাদের” তো এছাড়া কিছুই পাবার নেই কারন “অন্য কারো যুদ্ধে” লড়ার জন্যে কেউ তো তাদের সম্মানী দিচ্ছে না। | Eu testemunhei isso pessoalmente e ouvi tentativas de justificação: ‘mercenários de ocasião' não tem como não fazê-lo, porque ninguém os está pagando para serem ‘heróis em uma guerra alheia'. |
28 | তস্খিনভালের বাইরে (এবং ভেতরেও) কোন খালি বাসার সামনে একটি গাড়ী থামানো থাকলে বোঝা যাবে যে লুটেরারা ব্যস্ত। | Fora de Tskhinval (e dentro da cidade, também), qualquer carro perto de uma casa deserta significa apenas uma coisa: saqueadores. |
29 | আপনি যদি জিজ্ঞেস করেন, “তারা কি করছে?”। তারা উত্তর দেবে “ওহ কিছু না, আমাদের আত্মীয়রা এখানে থাকত.. ”। | Se você pergunta a eles, ‘o que vocês estão fazendo?', eles irão lhe responder: ‘Ah, nada, nossos parentes moravam aqui…'. |
30 | এমনকি বেশ কিছু খুনও হয়েছে আর লুটেরারা সব পুরুষই নয় মহিলারাও ছিল। | Contudo, alguns assassinatos ocorreram, também. [Assassinatos] de mulheres, também, e não só de homens. |
31 | ব্ল্যাকমেইলের ঘটনাও শোনা গেছে। | E também há extorsão. |
32 | যেমন, এক গ্রামে স্থানীয় পুলিশ সব বাসিন্দাদের ডেকে বলেছে “যদি তোমরা ১০০০০ ডলার না দাও আমরা পুরো গ্রাম পুড়িয়ে দেব!”( | Por exemplo, em uma vila a polícia local reuniu os moradores e lhes deu um ultimato: ‘se vocês não pagarem $10.000, nós iremos queimar a vila inteira!' |
33 | এই ঘটনার সত্যতা ডাচ দুতাবাস দ্বারা সমর্থিত)। | (esta é uma informação quase oficial da embaixada holandesa) […]” |