# | ben | por |
---|
1 | ক্যাম্বোডিয়াঃ ব্লগের এক প্রবন্ধ খুনের তদন্তের দ্বার উন্মোচন করেছে | |
2 | নম পেন পোস্টের এক প্রবন্ধ অনুসারে মালয়েশিয়ায় এক ক্যাম্বোডিয় গৃহকর্মীর মৃত্যুর বিষয়ে মালয়েশিয়ায় অবস্থিত ক্যাম্বোডিয় দূতাবাস এক তদন্তের উদ্যোগ নিয়েছে। | |
3 | আর এ কাজে দূতাবাসকে সাহায্য করেছে মালয়েশীয় পুলিশ বিভাগ। | Camboja: Artigo em Blog Leva à Investigação de Assassinato |
4 | এই গৃহকর্মীর খালাকে শ্রমিক নিয়োগ কোম্পানী এ্যাপটেসে এন্ড সি রিসোর্স কোম্পানী লিমিটেড জানায় যে তার ১৯ বছরের ভাগ্নি মালয়েশিয়ায় নিউমোনিয়ায় ভুগে মারা গেছে। | Uma investigação sobre a morte de uma empregada doméstica cambojana na Malásia foi iniciada pela Embaixada do Camboja na Malásia, em cooperação com a polícia, segundo um artigo do Phnom Penh Post [en]. |
5 | তবে ক্যাম্বোডিয়া থেকে মালয়েশিয়ায় যাবার আগে তার যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। | A tia da empregada doméstica foi informada pela empresa de recrutamento de trabalhadores, APTSE & C Cambodia Resource Co, que sua sobrinha de 19 anos havia morrido de pneumonia. |
6 | তাতে দেখা গেছে যে তার শারীরিক অবস্থা ছিল একেবারে চমৎকার । এখন অভিযোগ উঠেছে যে তাকে হয়ত হত্যা করা হয়ে থাকতে পারে। | No entanto, o exame médico realizado antes da partida do Camboja, em setembro do ano passado, mostrou que sua saúde estava perfeitamente boa. |
7 | খেমারাইজেশন নামক ওয়েবসাইট এই বিষয়ে একগুচ্ছ সংবাদ প্রকাশ করার পর এই অভিযোগ তীব্র হয়। এই সাইট এক নামহীন ব্যক্তির ইমেইল প্রকাশ করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। | Alega-se agora que ela poderia ter sido assassinada após ser exposta por um site agregador de notícias, o Khmerization, que publicou e circulou um e-mail anônimo que relatava que uma empregada doméstica na Malásia estava sendo abusada por seu empregador. |
8 | এই মেইলে উক্ত ব্যক্তি সংবাদ প্রদান করে যে এই গৃহকর্মী তার মালিকের দ্বারা নিপীড়িত হয়েছিল। | O caso despertou o interesse de políticos [en] e grupos de direitos humanos, que solicitaram uma investigação adequada. O remetente anônimo da carta escreveu ao Khmerization [en]: |
9 | অধিকার আন্দোলনকারী কর্মী এবং রাজনীতিবিদরা এই ঘটনাকে দ্রুত গ্রহণ করে এবং এই ঘটনায় তারা এক যাথাযথ তদন্তের আবেদন জানায়। | De acordo com a vizinhança local, eles frequentemente testemunharam a falecida sendo espancada e abusada, e muitas vezes ela havia procurado ajuda de outras empregadas da vizinhança. |
10 | নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত পত্র প্রেরক খেমারাইজেশনের কাছে লিখেছিলঃ | Um dia antes de sua morte, ela enviou uma mensagem dizendo que se realmente morresse sem nenhum motivo válido, por favor comunicassem ao seu tio no Camboja. |
11 | আপনাদের ওয়েবসাইটের ব্লগে (খেমারাইজেশন) প্রকাশিত “খেমারাইশেন. ব্লগপোস্ট. | Mu Sochua, membro do parlamento, promete investigar a morte da trabalhadora doméstica adolescente |
12 | কম)-“এক প্রবন্ধের মাধ্যমে সর্তক করে দেওয়ার ফলে মালয়েশীয়ায় অবস্থিত দূতাবাস ক্যাম্বোডিয় এক গৃহকর্মীকে রক্ষা করেছে” নামক প্রবন্ধ পাঠ করেছি, যা ২৩ মার্চ ২০১১-এ প্রকাশিত হয়। | |
13 | আমরা সম্প্রতি এক ক্যাম্বোডিয়ার গৃহকর্মীর মৃত্যুর ঘটনা আপনাদের নজরে আনতে চাই। | Note-se que uma vez o Khmerization conseguiu convencer as autoridades a investigar e ajudar uma outra empregada cambojana que teria sido abusada por seu empregador na Malásia. |
14 | আমরা সন্দেহ করছি যে উক্ত গৃহকর্মীর উপর ক্রমাগত শারীরিক এবং মানসিক অত্যাচার চালানোর ফলে তার মৃত্যু ঘটেছে। আর এই কাজটি করেছে তার মালিক। | Além de publicar um artigo [en] sobre o abuso, o Khmerization circulou um e-mail encorajando seus leitores a enviar uma carta a funcionários da embaixada na Malásia. |
15 | উক্ত মৃত গৃহকর্মীকে যে সব সময় পেটানো হত এবং তার উপর নিপীড়ন চালানো হত, স্থানীয় প্রতিবেশীরা এই ঘটনার স্বাক্ষী এবং অনেকবার প্রতিবেশী অন্য গৃহকর্মীদের কাছে মেয়েটি সাহায্যের জন্য আবেদন জানিয়েছিল। | |
16 | তার মৃত্যুর আগের দিন সে একটা বার্তা লেখে, তাতে সে লিখেছিল, যদি কোন উপযুক্ত কারণ ছাড়া আমার মৃত্যু ঘটে তাহলে যেন দয়া করে ক্যাম্বোডিয়ায় আমার চাচার কাছে খবর দেওয়া হয়। | De acordo com o relatório de 2011 [en], preparado em conjunto pela CARAM Ásia, CARAM Camboja e Tenaganita, intitulado “Verificação da Realidade: Direitos e Legislação para Trabalhadores Domésticos Migrantes na Ásia”, o número de trabalhadores domésticos cambojanos na Malásia ultrapassa os 40.000, dos quais as mulheres representam 51,7%. |
17 | সংসদ সদস্য মু সচুয়া এই কিশোরী গৃহকর্মীর মৃত্যুর ঘটনা তদন্তের ব্রত গ্রহণ করেছেন। | O relatório destacou algumas violações comuns vivenciadas pelos trabalhadores domésticos: |
18 | এখানে উল্লেখ করা প্রয়োজন যে খেমারাইজেশন এর আগে মালয়েশিয়ায় এক গৃহকর্মীর উপর তার মালিক কতৃক সংঘঠিত অত্যাচারের ঘটনায় সফলতার সাথে কর্তৃপক্ষকে সেই বিষয়ে তদন্ত করতে বাধ্য করে। কেবল নিপীড়নের ঘটনার উপর একটি প্রবন্ধ প্রকাশ করা ছাড়াও খেমারাইজেশন তার পাঠকদের কাছে একটি ইমেইল পাঠিয়েছে, যেখানে তারা তাদের পাঠকদের উৎসাহ প্রদান করেছে তার যেন মালয়েশীয় দূতাবাসে এই বিষয়ে একটি চিঠি প্রদান করে। | • Condições de trabalho que diferem do contrato assinado entre os trabalhadores domésticos imigrantes e os seus agentes no Camboja, incluindo salários mais baixos e servidão por dívida, não conhecidos pelo trabalhador antes da partida • Detenção nos centros de treinamento das agências de recrutamento • Garotas menores de idade enviadas para trabalhar com documentos falsificados • Falta de pagamento dos salários • Pagamento irregular (os trabalhadores domésticos só são pagos ao final do contrato) • Longas horas de trabalho • Disponibilidade 24 horas por dia • Excesso de obrigações e tarefas • Folgas inexistentes • Falta de privacidade • Abuso verbal • Abuso sexual • Abuso físico • Confisco de documentos pessoais |
19 | কারাম এশিয়া, কারাম ক্যাম্বোডিয়া এবং তেনাগানিতা মিলে যৌথভাবে প্রস্তুত করা ২০১১ রিপোর্ট, যার শিরোনাম “বাস্তবতা যাচাইঃ সারা এশিয়া জুড়ে অভিবাসী কর্মীদের নাগরিক অধিকার এবং আইনী অধিকার” অনুসারে মালয়েশিয়ায় প্রায় ৪০,০০০ এর মত ক্যাম্বোডিয় গৃহকর্মী রয়েছে, যাদের মধ্যে প্রায় ৫১. | |
20 | ৭ শতাংশ নারী। | |
21 | গৃহকর্মীরা সধারণ যে সব ঘরোয়া নির্যাতনের শিকার হয় এই রিপোর্টে সে সবের কিছু কিছু তুলে ধরেছে। | |