# | ben | por |
---|
1 | ছবি: ল্যাটিন আমেরিকার মানুষেরা | FOTOS: Gente da América Latina |
2 | “তিরকে, কোচাকম্বায়, আন্তপ্রদেশ পরিবহনের জন্য অপেক্ষার সময় মেয়েটি কেবল হাসছিল, আর হাসছিল”। | “Ela ria, ria e ria enquanto esperava o transporte interprovincial. Tiraque, Cochabamba”. |
3 | ছবি হিউম্যানস অফ বলিভিয়ার মিজ হালিকালের। | Foto de Mijhail Calle para o Gente da Bolivia, usada com permissão. |
4 | অনুমতিক্রমে প্রকাশিত। | [Todos os links apontam para páginas em inglês] |
5 | ফটোগ্রাফার ব্রান্ডন স্ট্যানটন-এর ব্লগ হিউম্যানস অফ নিউ ইয়র্ক ;(হোনি)-এর দ্বারা অনুপ্রাণিত হয়ে, পেশাদার এবং অপেশাদার ফটোগ্রাফাররা এ্যাক্রোস দি ওয়ার্ল্ড ব্লগ এবং ফেসবুকের পাতা তৈরী করেছে, যেখানে তারা জীবনের সকল প্রান্তের ছবি এবং গল্প সংগ্রহ করেছে-আর ল্যাটিন আমেরিকা এই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। | Inspirados pelo blog Gente de Nova York do fotógrafo Brandon Stanton, fotógrafos profissionais e amadores de todo o mundo estão criando blogs e páginas no facebook, onde coletam imagens e histórias de todo tipo de gente - e a América Latina não podia ficar de fora. |
6 | স্টানটন-এর চিন্তা ল্যাটিন আমেরিকার ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করেছে, যারা বৈচিত্র্যময় জনতার চিত্র দিয়ে তাদের দেশ অথবা শহরকে ছবিতে সাজাতে চায়। | A ideia de Stanton inspirou fotógrafos latino-americanos a apresentarem seus países retratando através de imagens a vida cotidiana das pessoas que vivem neles. |
7 | এটি এই অঞ্চলে কয়েকটি “হিউম্যানস অফ …” প্রকল্পের এক বিস্তারিত সারসংক্ষেপ। | Este é um resumo da “Gente de…” nessa região. |
8 | বুয়েনোস আয়ার্সের মানুষেরা | Gente de Buenos Aires |
9 | ” যখন চাও, আসো এবং আমাকে দেখে যাও। | “Venha me visitar quando quiser. |
10 | আমি দুঃখিত যে আমি তোমাকে মাতে [স্থানীয় পানীয়] দিতে পারব না, কারণ পানি গরম করার জন্য আমার কোন জায়গা নেই; ছবি জিমেনা মিজরাহির, অনুমতিক্রমে প্রকাশিত | Me desculpe por não poder te oferecer um mate [bebida local], mas eu não tenho onde esquentar a água.” Foto de Jimena Mizrahi, usada com permissão. |
11 | তার পরিকল্পনা নগরের কর্মকর্তাদেরও দৃষ্টি আকর্ষণ করেছে, যার ফলাফল হচ্ছে প্রথম হিউম্যানস অফ বুয়েন্স এইরিস প্রদর্শনীর আয়োজন। | Seu trabalho também chamou a atenção de um funcionário da prefeitura, o que resultou na primeira Exposição Gente de Buenos Aires. |
12 | দি আর্জেন্টিনা ইন্ডিপেন্ডেনস সংবাদ প্রদান করেছে যে ” এই প্রদর্শনীর ‘মাইক্রো হিস্টোরিয়াস ডেল মাইক্রোসেন্ত্রো' বিভাগ সেই সমস্ত ব্যক্তির ছবি প্রদর্শন করে যারা শহরের কেন্দ্রীয় ব্যাবসায়িক এলাকায় বাস অথবা কাজ করে”। | The Argentina Independent informa que a exibição ‘Micro historias del Microcentro' apresentou retratos de pessoas que vivem ou trabalham no distrito comercial da cidade. |
13 | দি আর্জেন্টিনা ইন্ডিপেন্ডেন্টকে, জিমেনা বলেন যে হিউম্যানস অফ বুয়েন্স এইরেস-এর কাজে যুক্ত হয়েছেন কারণ কেবল মানুষের সাথে সম্পৃক্ত হতে ভালোবাসেন তা নয়, একই সাথে এই ধরনের যোগাযোগ তৈরী হওয়া একটা শিক্ষা। | Jimena contou ao The Argentina Independent que fez o Gente de Buenos Aires “não só porque ama interagir com as pessoas, mas porque cada interação é uma lição. |
14 | প্রত্যেকটি ব্যক্তি আসলে একটা বিশ্ব”। | Cada pessoa é um mundo.” |
15 | “- আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। | “-Não acredito! |
16 | একজন নারী ট্যাক্সি চালক ! - অবশ্যই, আপনি কি মনে করেন যে মেয়েরা ট্যাক্সি ড্রাইভার হতে পারে না? | Uma mulher taxista! -Claro, você acha que mulheres não podem ser taxistas? |
17 | এখন সময় এসেছে সেই সমস্ত বিষয়ে বিস্মিত না হওয়া যখন এটা নারীদের জন্য স্বাভাবিক কাজ না, পুরুষ বা নারীর জন্য বলে কিছু নেই”। | Não é mais tempo de se surpreender quando as mulheres fazem algo incomum ao gênero, não existe esse negócio de coisa de homem e coisa de mulher.” |
18 | ছবি জিমেনা মিজরাহি, অনুমতিক্রমে প্রকাশিত | Foto de Jimena Mizrahi, usada com permissão |
19 | কলম্বিয়া আর বোগোটার মানুষেরা। | Gente da Colômbia e Gente de Bogotá |
20 | ” এক ওয়েউউ বালিকা, উরবিয়ার এক রেস্তোরাঁ মালিকের কন্যা।” | “Uma menina wayuu, filha do dono de um restaurante em Uribia.” |
21 | ছবি গাবর সেজনটপেট্রেই-এর, অনুমতিক্রমে প্রকাশিত। | Foto de Gábor Szentpétery, usada com permissão. |
22 | ডিজাইনার মাউরেন্ট রোয়া এবং স্থপতি গাবর সেজনটপেট্রেই হিউম্যানস অফ কলম্বিয়ার তৈরী করেছে। | O Gente da Colômbia foi criado pelo designer Maurent Roa e pelo arquiteto Gábor Szentpétery. |
23 | তাদের এক ভ্রমণের সময় এই জুটির মাউরিচিয় রোমেরোর সাথে সাক্ষাৎ ঘটে, যে এই প্রকল্পে যোগ দেয় এবং এতে কয়েকটি ছবি প্রদান করে। | Durante suas viagens, o casal conheceu Mauricio Romero, que se uniu ao projeto e contribuiu com algumas fotos. |
24 | যখন ভ্রমণ করছিল, তখন তারা খেয়াল করে যে তারা কলম্বিয়া সম্বন্ধে তেমন একটা জানে না অথবা দেশটি সম্বন্ধে তাদের নেতিবাচক ধারনা রয়েছে; তাদের উদ্দেশ্য এই প্রকল্পের মাধ্যমে তারা কলম্বিয়ার ভিন্ন এক দিক প্রদর্শন করা। | Enquanto viajavam, eles perceberam que muitas pessoas não sabiam muito sobre a Colômbia, ou tinham uma imagem negativa do país; o objetivo do projeto era mostrar um lado diferente da Colômbia. |
25 | মুউরেন্ত ব্যাখ্যা করেন, “চিন্তাটি হচ্ছে তার জনতার মাধ্যমে কলম্বিয়াকে উপস্থাপন করা কারণ দেশটির জাতিগত বৈচিত্র্য অসাধারণ। | “A ideia é mostrar a Colômbia através de sua gente, porque o país tem uma diversidade étnica incrível. |
26 | দেশটি আমেরোইন্ডিয়ান, স্প্যানিশ এবং আফ্রিকার বংশোদ্ভুত নাগরিকদের মিশ্রণে গড়ে উঠেছে, আর এটাই আমরা বিশ্বকে দেখাতে চাই”। | É uma mistura de ameríndios, espanhóis e descentes de africanos, e é isso que nós queremos mostrar ao mundo,” explica Maurent. |
27 | ” কারমেন লোরেনা বেড়ে উঠেছে বোগোটা থেকে তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত এক কফি চাষের প্রদেশে, কিন্তু সে মনে করে শহুরে জীবন তার জন্য নয়, সে ঠিক করেছে শিক্ষা জীবন শেষে সে গ্রামে বাস করবে” ছবি মউরিচিয়ো রোমেরো, অনুমতিক্রমে প্রকাশিত। | “Carmen Lorena cresceu em uma plantação de café a três horas de Bogotá, mas ela não acha que a vida na cidade seja a ideal para ela, prefere o interior, onde vai permanecer quando terminar os estudos.” Foto de Mauricio Romero, usada com permissão. |
28 | “ভালোবাসা সম্বন্ধে আপনার ধারনা কি, আর ভালোবাসার ক্ষেত্রে আপনার প্রিয় মাধ্যম?” -” আমি মনে করি যে ভালবাসাই সব, এটা আমাদের ঘিরে থাকা চারপাশের সবকিছুকে তৈরী করে আর আমি বলতে চাই, আমার ভালোবাসার প্রিয় উপায় হচ্ছে… শ্বাসগ্রহণ “। | “Qual é o seu conceito de amor, e qual o seu jeito preferido de amar?” -“Eu acho que o amor é tudo, está em tudo ao nosso redor, e eu diria que minha forma preferida de amar é… respirando”. |
29 | ছবি জন কার্ডোনার-এর, অনুমতিক্রমে প্রকাশিত | Foto de John Cardona, usada com permissão. |
30 | কলম্বিয়ার আরো ছবির জন্য হিউম্যানস অফ বোগোটা পাতাটি আপনি দেখতে পারেন, আগস্ট ২০১৩-এ, এই পাতাটি তৈরী করেছেন জন কার্ডোনা এবং জোনাথান আরেভালো। | Para mais fotos da Colombia, visite o Humans of Bogotá, uma página criada em agosto de 2013 por John Cardona e Jonathan Arévalo. |
31 | জন এবং জোনাথন যে সাড়া পেয়েছেন এবং ঘটনাক্রমে যে সকল নতুন মানুষের দেখা পেয়েছেন ও গল্প শুনতে পেরেছেন, তা তারা তাদের পাতার মাধ্যমে বিশ্বকে দেখাতে পেরেছেন, এসবের দ্বারা দুজনে অনুপ্রাণিত। | John e Jonathan são motivados pelas respostas que têm recebido, e pela oportunidade de conhecer e ouvir histórias que eles podem mostrar ao mundo através da página. |
32 | তারা বলছে যে এই কাজ “আমাদের প্রদর্শন করছে যে কিভাবে আমরা সকলে কোন একজন চিহ্নিত করতে পারি, তা সে যতদুরেই থাকুক না কেন”? | Eles dizem que esse movimento “mostra que todos nós podemos nos identificar com alguém, não importa o quão longe vivemos.” |
33 | “ইচ্ছে একটাই? -বোগটার সকলের নিরাপত্তা। -সাম্য -প্রশান্তি এবং শান্তি” ছবি জন কার্ডোনার-এর, অনুমতিক্রমে প্রকাশিত। | “Um desejo? -Segurança em Bogotá. -Igualdade -Tranquilidade e paz” Foto de John Cardona, usada com permissão. |
34 | বলিভিয়ার মানুষেরা | Gente da Bolívia |
35 | “কোচাবাম্বার সিপে সইপে এলাকায়-মানুষটি বলল ‘এটা বিদেশে নিয়ে যাও'। | “Em Sipe Sipe - Cochabamba, o homem disse ‘mostrem isso aos gringos'. |
36 | এরপর সে তার চারাঙ্গো নিয়ে খেলতে শুরু করল”। | E aí começou a tocar o charango.” |
37 | ছবি মিজহিল কালের, অনুমতিক্রমে প্রকাশিত। | Foto de Mijhail Calle, usada com permissão. |
38 | ৩ নভেম্বর,২০১৩ তারিখে, হিউম্যানস অফ বলিভিয়ার জন্ম, যা এই অঞ্চলে নিউইয়র্কের মানুষের প্রতিচ্ছবির অন্যতম এক নতুন ফেসবুক পাতা। | Criada em 3 de novembro de 2013, Gente da Bolívia é uma das mais novas páginas que seguem o modelo do Gente de Nova York nesta região. |
39 | নিউইয়র্ক এবং একই ধরনের প্রকল্প হিউম্যানস অফ আমস্ট্রাডাম-এর মত, এখানে “ব্যক্তির নিজস্ব কাহিনীর মাধ্যমে যে মানবিক অনুভূতির গঠিত হয়” এস্টেলি পুয়েনেটে এবং মিজহেইল কালে তার সমান উপলব্ধি সৃষ্টি করতে চেয়েছেন। | Estelí Puente e Mijhail Calle buscam encontrar a mesma empatia que viram no Gente de Nova York e em projetos similares como o Gente de Amsterdam,“o sentimento de que a humanidade é composta por pessoas, e suas histórias.” |
40 | যদিও মিজহেইল নিজে বেশীর ভাগ ছবি তোলেন, তারপরেও তারা অন্য ফোটগ্রাফারদের কাছে যান যারা বলিভিয়ার ভিন্ন এলাকার ছবি প্রদর্শন করতে পারে। | Apesar de Mijhail ser o responsável pela maioria das fotos, eles pedem que outros fotógrafos compartilhem suas fotos. |
41 | এস্টেলি ব্যাখ্যা করেছে “এই বৈচিত্র্যতা আমাদের পরিচয় বিনির্মাণে ছবি এবং ফোটগ্রাফির ভূমিকা নিয়ে আলোচনা এবং তা প্রদর্শনের জন্য একটা জায়গা তৈরীর সুযোগ করে দেয়। | “Esta dinâmica também está nos permitindo criar um espaço para o compartilhamento e discussão do papel da imagem na construção da nossa identidade, isso com certeza será muito mais que uma simples exposição de retratos. |
42 | আমরা চাই এটা আমাদের প্রতিচ্ছবির একটা কারণ হয়ে দাড়াক। | Queremos que seja um motivo para refletirmos sobre nós mesmos,” explica Estelí. |
43 | ” তেমন একটা একটা আমাউতা নারী আর অবশিষ্ট নেই, তাদের একজন হওয়া খুব কঠিন। | “Não há muitas mulheres amautas, é difícil ser uma, mas eu sou. |
44 | কিন্তু আমি তাই। এখন আমি ইউনিয়নের অংশ।”. | Agora eu sou parte da união”. |
45 | ছবি মিজহেইল কালে, অনুমতিক্রমে প্রকাশিত। | Foto de Mijhail Calle, usada com permissião. |
46 | হন্ডুরাসের মানুষেরা | Gente de Honduras |
47 | ” রাজনীতিবিদদের কাছে আমার সবচেয়ে বড় চাওয়া হচ্ছে নিজ দলের কর্মকাণ্ডের প্রতি অন্ধ না থাকা, এবং তাদের মনোযোগ প্রদান করা উচিত কেবলমাত্র দেশের উন্নতি এবং একতার দিকে। | “Meu maior sonho é que os políticos esqueçam seus partidos e olhem para o povo, e se concentrem na melhora da unidade do país. |
48 | কেবল এইভাবে হন্ডুরাস সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম।” | Só assim Honduras poderá avançar.” |
49 | ছবি ক্লদিয়ার, অনুমতিক্রমে প্রকাশিত | Foto de Claudia, usada com permissão. |
50 | ক্লাদিয়া এলভির এবং ড্যানিয়েলা মেইজা তাদের ফেসবুকের পাতা হিউম্যানস অফ হন্ডুরাসের -এ তার নাগরিকদের মাধ্যমে হন্ডুরাসকে জানার জন্য আহ্বান জানাচ্ছে”। . | Claudia Elvir e Daniela Mejía “te convidam a conhecer Honduras através de sua gente” na página Gente de Honduras. |
51 | ক্লাউদিয়া, স্টান্টোনের ব্লগ এবং কি ভাবে সে কেবল শুধু “মনোমুগ্ধকর ছবি তুলেনি, সাথে প্রতিটি ছবিকে সে মানুষ তুলে আনার কাজে ব্যবহার করেছে এবং কি ভাবে প্রতিটি ছবি একটি গল্প বলছে যা একজন পাঠকের হৃদয়ে অনুরণন সৃষ্টি করে, তা অনুসরণ করা শুরু করে।” | Claudia começou a seguir o blog de Stanton e ficou impressionada com o modo com que ele, não só “capturou imagens impressionantes, mas também usou-as para captar a humanidade por trás de cada imagem, e como cada fotografia contava uma história que ressoava no coração dos leitores.” |
52 | তার বন্ধু ড্যানিয়েল সাক্ষাৎকার পরিচালনা করে। | Sua amiga Daniela é que conduz as entrevistas. |
53 | ক্লদিয়া এবং ড্যানিয়েল চায় হন্ডুরাসে যে সহিংসতা চলছে এবং বিশ্বের দেশটির যে নেতিবাচক ভাবমূর্তি রয়েছে তা পাল্টাতে, এবং একই সাথে হন্ডুরাসের নাগরিকরা যে নিজের দেশকে দেখে তা তারা বদলে দিতে চায়। | Claudia e Daniela querem mudar a imagem violenta e negativa que o mundo tem de Honduras, e também a maneira como os próprio hondurenhos enxergam seu país. |
54 | এই সমস্ত ছবি এবং সাক্ষাৎকারের মাধ্যমে ক্লাউদিয়া এবং ড্যানিয়েলের আশা, এর মাধ্যমে তারা প্রদর্শন করবে যে হন্ডুরাস হচ্ছে এমন একটা দেশ “ কঠোর পরিশ্রমী নাগরিকে পরিপূর্ণ, এখানকার নাগরিকরা বিশ্বের আর সব দেশের নাগরিকদের মতই স্বপ্ন দেখে, তারা উচ্চাকাঙ্ক্ষী, আনন্দে এবং দুঃখে ভাসে”। | Através das fotos e entrevistas, Claudia e Daniela esperam mostrar uma Honduras “cheia de gente trabalhadora, gente com sonhos, ambições, alegrias e tristezas, assim como em cada esquina do mundo.” |
55 | ” আমি তাকে বললাম হাসো আর সে খুব আন্তরিকতার সাথে বলল, “আমি এই কাজটি করতে চাই, কিন্তু এই কাজে আপনাকে অত্যন্ত মনোযোগী হতে হবে' এবং এর মাধ্যমে সে দেখাচ্ছে কি ভাবে দৃশ্যমান বিষয় বিভ্রান্তির সৃষ্টি করে” ছবি ক্লাউদিয়ার, অনুমতিক্রমে প্রকাশিত | “Eu pedi que ele sorrisse, e muito muito amável respondeu: ‘Eu até gostaria, mas a minha profissão me obriga a ser sério. ' e assim ele demonstrou o quanto as aparências enganam.” |
56 | গুয়াতেমালার মানুষের | Foto de Claudia, usada com permissão. |
57 | “ধীর কিন্তু দৃঢ়! | Gente da Guatemala |
58 | হ্যাঁ,লম্বা এক পথ পাড়ি দেওয়ার আছে, কিন্তু আমি তা সম্ভব করব”। | “Passos lentos, mas firmes! Sim, o caminho é longo, mas eu vou mesmo assim.” |
59 | ছবি এলমার আলভারেজ, ছবি অনুমতিক্রমে প্রকাশিত। | Foto de Elmer Alvarez, usada com permissão. |
60 | সেপ্টেম্বর ২০১৩-এ হিউম্যানস অফ গুয়াতেমালা নামক ফেসবুকের পাতা শুরু করার আগে এলমার আলভারেজ গুয়াতেমালার বিভিন্ন এলাকার মানুষের ছবি তোলা শুরু করেন। | Elmer Alvarez já vinha fotografando o povo da Guatemala antes de criar a página Humans of Guatemala em setembro 2013. |
61 | ওয়েন্ডি ডেল আগুলিয়া , এখন যিনি শিরোনাম লিখছেন তিনি এলমারকে হিউম্যানস অফ নিউইয়র্ক সম্বন্ধে জানান, আর এতে সে গুয়াতেমালা সম্বন্ধে একই ধরনের একটা পাতা তৈরীতে উৎসাহিত হয়। | Wendy Del Aguila contou a Elmer sobre o Gente de Nova York e se sentiu motivado a criar uma página similar sobre a Guatemala. |
62 | এলমার এবং ওয়েন্ডি অসাধারণ জনতার স্বতঃস্ফুর্ত মূহূর্ত যা তাদের হাসি, ধৈর্য্য, কৌতূহল, কঠোর পরিশ্রম, লজ্জা, দয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য, তা অনুসন্ধান করছে !” | Elmer e Wendy buscam capturar “momentos espontâneos dessa gente extraordinária, refletindo seu sorriso, paixão, curiosidade, trabalho, timidez, bondade e mais importante: sua originalidade!” |
63 | শিক্ষক-” তোমার হাসিতে বিশ্বকে বদলে দাও” ছবি এলমার আলভারেজ-এর, অনুমতিক্রমে প্রকাশিত | A professora -“Deixe o seu sorriso transformar o mundo” Foto de Elmer Alvarez, usada com permissão |
64 | আরো “হিউম্যানস অফ…” প্রকল্প | Mais projetos “Gente de…” |
65 | ” গত দুই বছর ধরে এই ছোট্ট গ্রামে ডন পেড্রো প্রতিদিন সকালে তার টাকুয়েরা খোলে। | “Todo dia pela manhã, há mais de dois anos, Don Pedro abre sua barraquinha de tacos nessa pequena vila. |
66 | তার নিয়মিত খদ্দেররা আসে আর যে সকল মিনিবাস চালক তার এখানে বাস থামায় তাদের সকলকে সে বিনে পয়সায় টাকোস খাওয়ায়। | Ele tem clientes fiéis se sempre dá tacos de graça aos motoristas de ônibus que estacionam perto da barraca. |
67 | “ ছবি হিউম্যানস অফ মেক্সিকোর, অনুমতিক্রমে প্রকাশিত | “ Foto de Gente do México, usada com permissão |
68 | উপরের ছবিটি নেওয়া হয়েছে হিউম্যানস অফ মেক্সিকো পাতা থেকে, যা মার্চ ২০১০ তৈরী করা হয়। | A imagem acima vem do Gente do México, uma página criada em março de 2010. |
69 | একই সাথে মেক্সিকোতে তৈরী করা হিউম্যানস অফ মেক্সিকো সিটি নামক পাতা “একেবারে একটি রাস্তার দৃশ্যের মাধ্যমে মেক্সিকো সিটির ছবি শুমারী” তৈরীর অনুসন্ধান করছে। | Também do México, o Gente da Cidade do México busca criar um “censo fotográfico da cidade do México, mostrando uma rua de cada vez.” |
70 | জুলাই ২০১৩-এ হিউম্যানস অফ কোস্টারিকা , নামক একটি পাতা সৃষ্টি করা হয়, যার এখন লাইকের সংখ্যা ১,৭০০ টি। | Gente da Costa Rica, uma página criada em julho de 2013, já tem mais de 1.700 curtidas. |
71 | ব্রাজিলে, হিউম্যানস অফ রিও ডে জেনেইরো নামক ফেসবুক পাতা এই অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় যেটিতে প্রায় ৯,০০০-এর বেশী লাইক পড়েছে। | No Brasil, a página Gente do Rio é uma das mais ativas da região, com mais de 9.000 curtidas. |
72 | | Há também outras menos visualizadas, como a Gente de São Paulo, e a recentemente criada Gente do Piauí. |
73 | হিউম্যানস অফ নিকারাগুয়া, হিউম্যান অফ পানামা, এবং চিলির, হিউম্যানস অফ সান্টিয়াগো- কন্ট্রিবিউটরদের আহ্বান জানায়, যেন তারা এই প্রজেক্টের জন্য ছবি প্রদান করে। | Algumas páginas do facebook, como o Gente da Nicarágua, Gente do Panamá, e Gente de Santiago, Chile- pedem as seus usuários que contribuam com fotografias. |
74 | অন্যরা যেমন হিউম্যানস অফ কুইটো, হিউম্যানস অফ লিমা, হিউম্যান অফ পেরু, এবং হিউম্যানস অফ আসুনসিওন- এক মাসের কম সময়ের মধ্যে তৈরী করা হয়েছে . | Outras, como o Gente de Quito, Gente de Lima, Gente do Perú, e Gente de Assunção - foram criadas a menos de um mês. |
75 | আমরা কি দক্ষিণ কিংবা মধ্যে আমেরিকার কোন হিউম্যানস অফ… প্রকল্প বাদ দিয়েছি? | Esquecemos de algum projeto “Gente de …” na América Central ou do Sul? |
76 | মন্তব্যের মাধ্যমে আমাদের বিষয়টি জানান! | Se souber de alguma, por favor avise nos comentários! |