# | ben | por |
---|
1 | আর্মেনীয় গণহত্যার শতবার্ষিকী স্মরণে তৈরী করা সের্জ তানকিয়ান-এর ভিডিও “১০০ বছর” দেখুন | Vídeo de Serj Tankian assinala os 100 anos do genocídio arménio |
2 | সের্জ তানকিয়ান, তার ভিডিও “১০০ বছর”-এ গান গাইছেন। | Actuação de Serj Tankian em “100 years”. |
3 | ছবির সূত্রঃ উক্ত সঙ্গীত ভিডিওর স্ক্রিনশট। | Fonte: Screenshot do vídeo. |
4 | বিকল্প ধারার /হার্ড রক ব্যান্ড “সিস্টেম অফ এ ডন” নামক ব্যান্ড দলের মূল গায়ক হিসেবে সের্জ তানকিয়ান সুপরিচিত, যে দলটির সাথে তিনি ১৯৯৪ সাল থেকে গান গেয়ে আসছেন। | Serj Tankian é mais conhecido por ser o vocalista da banda de metal alternativo/hard rock System of a Down, da qual faz parte desde 1994. |
5 | আর্মেনীয় গণহত্যার শিকার ব্যক্তিদের সাথে এই দলটির সম্পর্ক বলা যায় একেবারে সরাসরিঃ এই দলের সকল সদস্য আর্মেনীয়-আমেরিকান বংশোদ্ভুত নাগরিক, আর এরা সকলে এই গণহত্যা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের বংশধর। | A relação da banda com o genocídio arménio é bastante directa, pois todos eles são arménio-americanos e descendentes dos sobreviventes do genocídio. |
6 | ইতোমধ্যে তানকিয়ান নানাবিধ কারণে একনিষ্ঠ এক একটিভিস্ট হিসেবে নিজেকে অন্যদের থেকে আলাদা করে ফেলেছে, যে তানকিয়ান যুক্তরাষ্ট্রের কারা ব্যবস্থা পদ্ধতি সহ বিভিন্ন পরিবেশ বিষয়ক সমালোচনায় সোচ্চার। | O próprio Tankian tem-se distinguido como activista empenhado em diversas causas, nomeadamente críticas ao sistema prisional norte-americano e até mesmo questões ambientais. |
7 | এই বিষয়টি উল্লেখ করার কোন প্রয়োজন নেই যে, আর্মেনীয় গণহত্যার ঘটনাটির আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সংগ্রাম বিশেষত তানকিয়ানের নিজের জন্য কতটা গুরুত্বপূর্ণ। | Escusado será dizer que a luta pelo reconhecimento internacional do genocídio arménio é particularmente importante para ele. |
8 | যেমনটা সম্প্রতি রোলিং স্টোন পত্রিকাকে প্রদান করা সাক্ষাৎকারে তানকিয়ান, ন্যায়বিচার নিয়ে কথা বলেন: | Como disse recentemente à revista Rolling Stones, ao falar de justiça: |
9 | আমি মনে করি সত্যিকার অর্থে তুরস্কের নিজের ইতিহাস জানা আমাদের নিজেদের জন্য গুরুত্বপূর্ন। | Penso que para nós é importante que a Turquia conheça a sua própria História de forma fidedigna. |
10 | এটা কেবল আর্মেনীয়, গ্রীক এবং অ্যাসিরিয় (ইরাকি) জাতীর গণহত্যা নয়, একই সাথে গণহত্যা নিয়ে যা ঘটে চলছে বিষয়টি সেটা নিয়েও। | Não se trata apenas do genocídio de arménios, gregos e assírios, mas sim o que está a acontecer neste momento. |
11 | এই ক্ষেত্রে এমন কোন কার্যকরী আন্তর্জাতিক চুক্তি নেই যা গণহত্যা থামাতে পারে। | Não estão a ser postos em prática acordos internacionais que visem pôr fim ao genocídio. |
12 | মহান জাতিসংঘের উল্লেখযোগ্য সংখ্যক সংস্থা এবং এমনকি যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন সংস্থা থাকা সত্ত্বেও, গণহত্যা অথবা ব্যাপকভাবে হত্যা থামানোর ক্ষেত্রে স্থায়ী কোন সংকল্প নেই। | Independentemente do grande número de organismos das Nações Unidas e até de órgãos com base nos Estados Unidos, em matéria de prevenção do genocídio não há nenhuma resolução vinculativa que ponha fim a qualquer genocídio ou holocausto em curso. |
13 | আমরা দেখছি এই একই ঘটনা ঘটেই চলেছে। | Continuamos a ver que acontecem. |
14 | আজকের সংবাদপত্রে আমি পড়লাম যে সিরিয়ার দেইয়ের এজ্জোর-এ এক গণ করব আবিষ্কার হয়েছে যা আইএসআইএস-এর হাতে গণহত্যার শিকার স্থানীয় উপজাতীয় নাগরিকদের, আর এই বিষয়টি আমাদের স্মরণ করিয়ে দেয় দেইয়ের এজ্জোরের বালিতে চাপা পড়া সেই সমস্ত হাড়গোড়ের কথা যা বিংশ শতাব্দীতে সংঘঠিত প্রথম গণহত্যার, যা ঠিক এই একই এলাকায় সংঘঠিত হয়েছিল। যদি এই বিষয়টি প্রতীকী না হয়, তাহলে আমি জানি না এটা আর কি হতে পারে। | Li hoje na imprensa que foi descoberta uma vala comum em Deir Ezzor, na Síria, resultante dos massacres do Estado Islâmico (ISIS) contra uma tribo local, e isso fez-me lembrar todas as ossadas que estão sob essas areias em Deir Ezzor, desde o primeiro genocídio no século XX, exactamente no mesmo lugar. |
15 | ‘সিস্টেম অফ দি ডনের' সাম্প্রতিক ধারনার সাথে গ্লোবাল ভয়েসেস যুক্ত ছিল। | Se isto não é simbólico, não sei o que é. |
16 | দলটির “ওয়েক আপ দি সোল” (আত্মার জেগে ওঠা) নামক যাত্রার অংশ হিসেবে- গ্লোবাল ভয়েসেস এর সাথে যুক্ত হয়, যা ছিল আর্মেনীয় গণহত্যার স্মরণে ২৩ এপ্রিল তারিখে (গণহত্যার শতবর্ষ স্মরণে যে দিনটি নির্ধারণ করা হয়েছে তার আগের রাতে) ইয়েরেভানের রিপাবলিকা স্কয়ারে প্রদর্শীত এক উন্মুক্ত কনসার্ট, যেখানে হাজার হাজার আর্মেনীয় নাগরিক ও অন্যান্য অনেকের মাঝে কিছু জর্জীয়, ইরানী, ইউক্রেনীয় নাগরিকও উপস্থিত ছিল। | O Global Voices esteve no último concerto de System of a Down, parte da digressão da banda “Wake Up The Souls” em memória do genocídio arménio. A banda deu um concerto gratuito a 23 de Abril (na noite da véspera do centenário oficial) na Praça da República de Erevan, que contou com a presença de milhares de arménios, bem como georgianos, iranianos, ucranianos, entre outros. |
17 | ২৩ এপ্রিল ২০১৫ তারিখে সের্জ তানকিয়ান ইয়েরেভানের রিপাবলিক স্কয়ারে বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাইছে। | Actuação de Serj Tankian na Praça da República de Erevan, 23 de Abril de 2015. |
18 | ছবি জোয়ে আইয়ুব-এর তোলা। | Foto de Joey Ayoub. |
19 | এখানে এর আরো ছবি দেখুন। | Mais Fotos. |
20 | যদি মেটাল বা ধাতব সঙ্গীত আপনার পছন্দনীয় না হয়ে থাকে, তাহলে এখান থেকে চলে যাবেন না। | Mas se o metal não faz o seu género, não desespere. |
21 | তানকিয়ান এক বৈচিত্র্যময় শিল্পী। | Tankian é um artista prolífico. |
22 | তার ভিডিও “১০০ বছর”-এ দুদুক (আর্মেনীয় বাঁশী) দাওউলি (আঞ্চলিক ঢোল), লাইরা (আঞ্চলিক তার যন্ত্র যা ধনুকের মত খানিকটা বাঁকানো) এবং কানুন (স্থানীয় তারের বাদ্যযন্ত্র) এর বাজনা তুলে ধরা হয়েছে, আর গানের সাথে রয়েছে গিটার, পিয়ানো এবং বেহালার সুর। | O vídeo ‘100 years' inclui músicos de Duduk (flauta arménia), Daouli (tambor regional), Lyra (instrumento regional de cordas com arco) e Kanun (instrumento regional de cordas), bem como guitarra, piano e violino, com Tankian como vocalista. |
23 | তার এই সুন্দর প্রদর্শন ইতিহাসের সেই গভীর যন্ত্রণার এক প্রতিধ্বনি, আর্মেনীয়, গ্রীক এবং অ্যাসিরীয়রা যে যন্ত্রণা ভোগ করেছে। | Esta bela performance faz eco da pesada história sofrida por arménios, gregos e assírios. |
24 | যেমনটা এ ভিডিওর বর্ণনা বলছেঃ “এই ভিডিও বিংশ শতকে গণহত্যার শিকার আর্মেনীয়, গ্রীক ও অ্যাসিরিয় নাগরিকদের সম্মানে বিষণ্ণ ভাবে তাদের স্মরণ করা”। | Conforme a sua descrição: “o vídeo é uma comemoração sombria para honrar as vítimas arménias, gregas e assírias do primeiro genocídio do século XX.” |