# | ben | por |
---|
1 | ইয়েমেন: এক গণহত্যার ঘটনা অনলাইনে সরাসরি প্রদর্শিত | Iêmen: Um Massacre Transmitido Ao vivo pela Internet |
2 | এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ। ইয়েমেনের রাজধানী সানায় এক গণহত্যার ঘটনা সরাসরি প্রত্যক্ষ করা হল বিভিন্ন টুইটের মাধ্যমে। | Este post é parte da cobertura especial sobre os Protestos no Iêmen 2011 [en]. |
3 | ইয়েমেনের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায়। এতে ২২ জন নাগরিক নিহত হয় এবং শত শত নাগরিক আহত হয়। | Um massacre está sendo testemunhado ao vivo, tuíte pós tuíte, na capital iemenita, Sanaa. |
4 | ইন্টারনেটে এই ভয়াবহ ঘটনাটি সরাসরি প্রচার করা হয় এবং সারা বিশ্বের শত শত বিস্মিত দর্শক তা প্রত্যক্ষ করে। সরাসরি অনেকে এই ঘটনাটি দেখার মাধ্যমে বিষয়টি উন্মোচন হয়ে পড়ে যে এটি এক নির্মমতার প্রদর্শন। | Forças de segurança iemenitas abriram fogo contra manifestantes, matando pelo menos 22 e ferindo centenas até o momento. |
5 | সরকারি নিরাপত্তা বাহিনীর আক্রমণে মাথায় আঘাত পাওয়া এক বিক্ষোভকারীকে সানা বিশ্ববিদ্যালয়ের কাছে অস্থায়ী ভাবে নির্মিত এক হাসপাতাল/ মসজিদে চিকিৎসা প্রদান করে হচ্ছে। | O horror está sendo transmitido em um feed ao vivo, visto por centenas de espectadores chocados ao redor do mundo. |
6 | ছবি লুক সোমেরস-এর, কপিরাইট ডেমোটিক্সের (১৮/০৯/২০১১)। | O livefeed é brutal como muitos que o assisnte revelam. |
7 | ভার্চুয়াল এক্টিভিজম সংবাদ প্রদান করেছে: | Virtual activism [Ativismo virtual] relata: |
8 | @ভার্চুয়ালএক্টিভিজম : সাংবাদিকরা বলছে একজন ব্যক্তি এইমাত্র আরেকজন ব্যক্তির ছিন্ন মস্তক পেয়েছে, আরপিজি (রকেট প্রপেলড গ্রেনেড) নামক অস্ত্র যে ব্যক্তির মাথায় সরাসরি আঘাত করে এবং উক্ত নাগরিক এই মস্তক সরাসরি দেখাতে ইচ্ছুক নয়#ইয়েমেন | @virtualactivism: Correspondente diz que alguém acabou de o entregar a cabeça de um homem atingido diretamente por um RPG (lança-foguetes [en]) e que ele preferiu não mostrar [a cabeça] na transmissão ao vivo #Iemen |
9 | ওমার মাসজারি আমাদের জানাচ্ছে: | Omar Mashjari nos informa: |
10 | @ওমারমাস:নিষ্পাপ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের উপর আরপিজির হামলা চালানো হচ্ছে, তরুণদের মাথা লক্ষ্য করে তা ছোঁড়া হয়, এর চেয়ে শয়তানী কাজ আর হতে পারে না। | @OmarMash: Ataques de lança-foguetescontra manifestantes inocentes e pacíficos mirando um jovem na cabeça. |
11 | #ইয়েমেন#সানাম্যাসাকার। | Não há proporção para este mal. |
12 | আহত ইয়েমেনী এক বিক্ষোভকারীকে অপেক্ষমান এক অ্যাম্বুলেন্সে সাহয্য করা হচ্ছে, রাজধানী সানাতে শান্তিপূর্ণ এক বিক্ষোভের উপর হামলা চালানোর পরের দৃশ্য এটি। | |
13 | ছবি সালেহ মাগলাম-এর, কপিরাইট ডেমোটিক্সের। | #Iemen #MassacreemSanaa |
14 | (১৮/0৯/২০১১)। ইয়াদ এল বাগদাদি নিশ্চিত করেছে: | Iyad El Baghdadi confirma: |
15 | @ইয়াদ_এলবাগদাদি :নিশ্চিত করছি:আজ #ইয়েমেনের শাসকের প্রতি বিশ্বস্তরা নিরস্র জনতার প্রতি বিমান বিধ্বংসী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। | @iyad_elbaghdadi:Confirmado uso de armas anti-avião hoje pelo regime leal aao governo do Iêmen contra manifestantes desarmados. |
16 | ২২ জন মারা গেছে, শত শত নাগরিক আহত হয়েছে #সানা #ম্যাসাকার | 22 mortos, “centenas” feridos. #Sanaa #Massacre |
17 | নাদিন সতর্ক করে দিচ্ছে: | Nadine alerta: |
18 | @আর্থটোইনাদিন: ইয়েমেনিরা হচ্ছে অন্যতম সশস্ত্র জাতী, তারপরেও তারা মাসের পর মাস নির্মমতা সহ্য করেও এখনো শান্তিপূর্ণ মনোভাব বজায় রেখেছে। | @earthtoinadine: Os Iemenitas são um dos povos mais armados do mundo, ainda assim eles permaneceram pacíficos por meses em face à brutalidade. |
19 | এবং মৌরিতানিয়ার ব্লগার নাসের ওয়েড্যাডি এর সাথে যুক্ত করেছে: | Isso é firmerza. E o ativista da Mauritânia Nasser Weddady conclui: |
20 | @ওয়েড্যাডি: গত মাসের আলোকে বলা যায়, #ইয়েমেনে আজকে যে গণহত্যা সংগঠিত হয়েছে, তা আন্তর্জাতিক উদাসীনতার এক যৌক্তিক প্রভাব। | @weddady: À luz do que vem acntecendo nos últimos meses, o massacre de hoje no Iêmen é uma lógica consequência da apatia internacional.. |
21 | ইয়েমেন সম্বন্ধে আরো সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। | Fique ligado para mais cobertura sobre a crise no Iêmen. |