Sentence alignment for gv-ben-20101125-13509.xml (html) - gv-por-20101120-13111.xml (html)

#benpor
1আদিবাসী ঘোষণাপত্র গ্রহণের পক্ষে কানাডার ভোট প্রদানের ফলে যুক্তরাষ্ট্র এখন নিঃসঙ্গCanadá apoia Declaração de Direitos dos Povos Indígenas; EUA fica isolado
2জাতি সংঘ ঘোষিত আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সনদের ক্ষেত্রে পুনরায় যাচাইকরণ প্রক্রিয়া চলতে থাকা সত্ত্বে, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে একমাত্র দেশ হিসেবে আবিষ্কার করেছে, যারা ২০০৭ সালের ঘোষণাপত্রের বিরুদ্ধে ভোট দিয়েছে।Embora os Estados Unidos estejam conduzindo uma reavaliação da Declaração das Nações Unidas sobre os Direitos dos Povos Indígenas, o país passou a ser o único não-signatário do documento proposto em 2007.
3এর কারণ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এর আগে ধারণাতীত ভাবে নিজেদের অবস্থান পাল্টে ঘোষণাপত্রটি গ্রহণ করার সিদ্ধান্ত নেয়।O isolamento foi causado pela mudança inesperada de posição por parte do Canadá, que, seguindo os exemplos da Austrália e da Nova Zelândia, decidiu alterar o voto e apoiar a Declaração.
4যুক্তরাষ্ট্রের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ব্লগ হিউম্যান রাইটস নাও।Mulheres inuítes - povo de uma nação indígena esquimó - cantando música de garganta no Canadá
5সেখানে কানাডার কাজ নিয়ে এর সদস্য কর্মী এঞ্জেলা টি. চ্যাঙ্গ একটি লেখা পোস্ট করেছে:O blog da Anistia Internacional dos EUA, Human Rights Now [en], publicou um post sobre a atitude do Canadá, assinado pela funcionária Angela T.
6১২ নভেম্বর, কানাডা জাতি সংঘের আদিবাসী জনতার অধিকার ঘোষণাপত্র (রাইটস অফ ইনডিজিনাস পিপল বা ইউএনডআরআইপি) সমর্থন করে বিশ্বের বেশীর ভাগ দেশের সাথে যোগ দিল।Chang: Em 12 de novembro, o Canadá juntou-se à maioria dos países do mundo ao apoiar a Declaração das Nações Unidas sobre os Direitos dos Povos Indigenas (UNDRIP).
7এই ঘোষণাপত্র আইনগত ধারা নয় এমন মানবাধিকার প্রতিষ্ঠা করে, যা সকল আদিবাসীর টিকে থাকা, মর্যাদা প্রদান এবং ভালো থাকার ক্ষেত্রে বিশ্বের এক আদর্শিক মানদণ্ডকে নিশ্চিত করে। […]A Declaração é um documento que não tem força de lei mas que estabelece padrões globais para a garantia da sobrevivência, dignidade e bem-estar de todos os povos indígenas.
8যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ইউএনডিআরআইপির ঘোষণাপত্র স্বাক্ষর করার নির্ধারিত সময় পার হয়ে গেছে।Já passa da hora dos Estados Unidos aprovarem a UNDRIP.
9ঘোষণাপত্রের জন্য নিঃশর্ত সমর্থন মৌলিক বিষয় যা, নিশ্চিত করে যে যুক্তরাষ্ট্র আদিবাসী জনতার জন্য তৈরি করা আন্তর্জাতিক মানবাধিকার আদর্শকে অনুসরণ করছে, যারা বিশ্বের সবচেয়ে অনগ্রসর এবং ঝুকিপূর্ণ পরিস্থিতিতে থাকা জনতা।O apoio irrestrito à declaração é imprescindível para garantir que os Estados Unidos obedeçam a padrões internacionais de direitos humanos dos povos indígenas, que estão entre as mais vulneráveis e destituídas populações do mundo.
10যুক্তরাষ্ট্রে প্রায় ২৪ শতাংশ আদিবাসী জনতা দারিদ্রের মধ্যে বসবাস করে।Nos Estados Unidos, quase 24% da população indígena vive em situação de pobreza.
11চ্যাঙ্গ তার পাঠকদের আহ্বান জানিয়েছেন, যেন তারা বারাকা ওবামাকে এই ঘোষণাপত্রে স্বাক্ষর করার অনুরোধ জানিয়ে বার্তা পাঠায়।Chang pede aos leitores que enviem uma mensagem a Barack Obama, insistindo que ele endosse a Declaração.
12কানাডার এই অনুমোদন স্বাক্ষরে সকলেই যে খুশি, তা নয়। তবে পাম পামাটের টরেন্টোর একজন আইনজীবী।No entanto, nem todos estão satisfeitos com a demonstração de apoio do Canadá.
13তিনি নন স্ট্যাটাস ইনডিয়ানস ব্লগে লিখেছেন, তিনি সেই সমস্ত লোকেদের অধিকার রক্ষায় সচেষ্ট, যারা আনুষ্ঠানিকভাবে রেড ইনডিয়ান হিসেবে স্বীকৃত নয়। তিনি এই সংবাদকে “ কানাডায় ন্যায়বিচারের এক কল্পনা” বলে অভিহিত করেছেন।Em Toronto, o advogado e acadêmico Pam Palmater, autor do blog Non-Status Indians [en], que defende os direitos de pessoas que não são oficialmente reconhecidas como indígenas, chama a notícia de “Ilusão da Justiça no Canadá”:
14আমি ভাবতে চাই যে কানাডা অতীতের কিছু দ্বৈত-চুক্তিকে পেছনে ফেলে এসেছে। কিন্তু রক্ষণশীলদের দ্বারা প্রদান করা ইউএনডিআরআইপির এই সীমিত সুবিধা অন্য কিছুর প্রমাণ করে।Eu queria acreditar que o Canadá superou algumas de suas posições dúbias do passado, mas esse apoio limitado à UNDRIP por parte dos conservadores prova exatamente o contrário.
15এক মুখে তারা আমাদের সমস্যাকে চিহ্নিত করে সেগুলোকে পরিবর্তন করার প্রতিশ্রুতি প্রদান করে আবার অন্যদিকে তারা তাদের প্রতিশ্রুতি এড়িয়ে যাবার জন্য রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করে।Pela frente, eles prometem promover mudanças para resolver nossos problemas, enquanto pelas costas mobilizam o apoio popular contra a gente e usam a criatividade em articulações políticas para não cumprirem suas promessas.
16আক্ষরিক এবং আত্মিক দিক দিয়ে কানাডা ইউএনডিআরআইপি চুক্তিতে বিশ্বাস করে না- তারা “সমর্থনের স্বপক্ষে বিবৃতি” প্রকাশ করেছে, যা কানাডার আদিবাসীদের অধিকার (অথবা তার অভাবকে) পাল্টে দেবে না।Na verdade, o Canadá não endossou a UNDRIP de corpo e alma - apenas emitiu uma “declaração de apoio” que em nada altera os direitos dos povos indígenas (ou a falta deles) no Canadá.