Sentence alignment for gv-ben-20130626-37089.xml (html) - gv-por-20130620-44080.xml (html)

#benpor
1ব্রাজিলের ‘ভিনেগার বিপ্লব’-এ সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেCobertura de protestos fortalece Internet como território de mobilização no Brasil
2জুন মাসের ১৭ তারিখে রিও ডি জেনেরিও'র বিক্ষোভের দিনের একটি ব্যানার।A faixa “Somos a Rede Social” na manifestação no Rio de Janeiro no dia 17 de junho.
3সেখানে লেখা- আমরা সোশ্যাল নেটওয়ার্ক। ছবি আর্থার বেজেরা'র।Foto de Arthur Bezerra usada com permissão/Facebook
4তার অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে/ ফেসবুক। [উল্লেখ ব্যতীত পোস্টের সব লিংকই পর্তুগীজ ভাষার।]Os protestos iniciados no dia 13 de junho com a reivindicação da redução da tarifa de transporte público em São Paulo vêm tendo ampla repercussão na Internet.
5জুনের ১৩ তারিখে সাও পাওলোতে প্রতিবাদ [ইংরেজি] কর্মসূচী শুরু হয় বাস ভাড়া কমিয়ে আগের অবস্থায় নিয়ে যাওয়ার দাবিতে। ইন্টারনেটের মাধ্যমে এই দাবি খুব দ্রুত ছড়িয়ে পড়ে।Durante as manifestações, e à medida que foram ganhando apoio nacional, diversos sites, ferramentas e blogs novos foram surgindo com o intuito de auxiliar na denúncia e mobilização do online para o offline e vice-e-versa.
6কর্মসূচী চলার সময়েই এর প্রতি দেশজুড়ে সমর্থন তৈরি হয়।É através das redes sociais que a maior parte das mobilizações acontece.
7নতুন নতুন ওয়েবসাইট, টুলস এবং ব্লগও কর্মসূচীকে অনলাইন থেকে অফলাইন সবখানেই ছড়িয়ে দেয়। সব আন্দোলনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ছে।As informações trocadas vão desde detalhes de local e horário das manifestações até informações práticas sobre como circular com segurança nas ruas, onde e para quem pedir socorro ou abrigo, e como registrar os acontecimentos.
8এখানে প্রতিবাদের সময়ে সুনির্দিষ্ট তথ্য এবং স্থান যেমন সবার সাথে শেয়ার করা যায়, তেমনি রাস্তায় কীভাবে নিরাপদ থাকা যাবে, কাউকে শেল্টার দিতে কী করতে হবে কিংবা কোনো দূর্ঘটনা ঘটলে কীভাবে রিপোর্ট করা যাবে, সে বিষয়ে বাস্তবিক পরামর্শও পাওয়া যায়।
9ব্রাজিল থেকে সহিংসতার সময়ে কীভাবে ভিডিও এবং ছবি দিয়ে রিপোর্ট করা যাবে তা-সহ অ্যাক্টিভিজমের সম্পূর্ণ পরামর্শ পাওয়া যায়।Além disso, não faltam dicas de ativismo social, por exemplo, como denunciar cenas de violência por todo o território brasileiro através de vídeos e fotos. Ferramentas
10যেমন উশাদিহি প্লাটফর্মের কথাই ধরুন, এটা ব্রাজিলের প্রতিবাদ কর্মসূচীর একটি সহযোগিতামূলক ব্লগ।
11‘ভিনেগার বিপ্লব‘ [ইংরেজি] চলার সময়ে ঘটা বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের অভিযোগগুলো এখানে লিপিবদ্ধ করে রেখে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়।Por meio da plataforma Ushahidi, um mapa colaborativo iniciado pelo blog #protestosbr reúne denúncias de violência e conflitos durante o que vem sendo chamado de Revolta do Vinagre. Printscreen do mapa colaborativo #protestobr
12#প্রতিবাদীব্রাজিল সহযোগিতামূলক ব্লগের একটি স্ক্রিন শট। সহযোগী ওয়েবসাইট নো মোভিমেন্টো (আন্দোলন)-এ ব্রাজিলের সব জায়গার আন্দোলনের খবর এবং ছবি প্রকাশ করা হয়েছে।O site colaborativo No Movimento, criado durante as manifestações, publica imagens realizadas por todo o país, além de divulgar lista de advogados voluntários disponíveis em casos de necessidade de auxílio jurídico.
13একই সঙ্গে আন্দোলনকারীদের আইনি সহযোগিতা প্রদান করার জন্য একদল স্বেচ্ছাসেবী আইনজীবীর তালিকাও প্রকাশ করা হয়েছে।O blog Brazilian Protests promete publicar “a verdade” sobre as manifestações no Brasil em inglês para quem não fala português.
14যারা পর্তুগীজ ভাষা জানেন না, তাদের কাছে ইংরেজিতে প্রকৃত সত্য প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে ব্রাজিলিয়ান প্রটেস্ট নামের একটি ব্লগ। vemprarua.org (গন্তব্য রাস্তা) নামের একটি ওয়েবসাইট ব্রাজিলে ছড়িয়ে পড়া প্রতিবাদ কর্মসূচীর তথ্য খুঁজে একত্র করে vemprarua.com এর কোলাবরেটিভ ম্যাপে দিচ্ছে।
15একটি ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, সেখানে দর্শকদের শেখানো হচ্ছে- “কীভাবে বিপ্লব তৈরি হয়”:O site Vemprarua.org procura reunir informações sobre as manifestações por todo o país e também colabora com o mapa colaborativo do vemprarua.com.
16অনলাইনে সক্রিয় এবং অফলাইনে স্থবির? এই আন্দোলনের জন্ম ভার্চুয়াল বিশ্বে।Um vídeo amplamente compartilhado nas redes sociais online explica “Como filmar uma Revolução”:
17এখন সেখানে সবাইকে ইন্টারনেট ছেড়ে #vemprarua হ্যাশট্যাগের মাধ্যমে রাস্তায় আসতে বলা হচ্ছে।
18অনলাইনে প্রতিবাদ সম্ভব কি সম্ভব নয়, তা নিয়ে বিতর্ক রয়েছে।Ativismo online é passividade offline?
19এরমধ্যেই ২০১১ সালে মিশর বিপ্লবের [ইংরেজি] মতো আন্দোলন পৃথিবীবাসী দেখছে। আর এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, নাগরিক অধিকার আদায়ের আন্দোলনে সোশ্যাল মিডিয়ার সক্ষমতা রয়েছে।É uma mobilização que nasce do universo virtual, mas que pede ao mesmo tempo que as pessoas saiam da rede e tomem as ruas, a exemplo da hashtag #vemprarua.
20১৩ জুনের আন্দোলন কর্মসূচীতে সাও পাওলোর একজন বাসিন্দা ফেসবুক ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। এই ছবি ব্লগ এবং টুইটারের মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে।Não está em discussão se a mobilização online é possível ou não, pois diversas manifestações ao redor do mundo, a exemplo da Revolução no Egito em 2011, já demonstraram como estas mídias têm potencial para incentivar um movimento popular reivindicatório.
21সাও পাওলোর প্রতিবাদ কর্মসূচীর ছবি কাভার করতে গিয়ে @NoMovimento এটা সংগ্রহ করেছেন।Os paulistanos saíram do Facebook e foram para a manifestação no dia 13 de junho.
22জাতীয় প্রতিবাদ আন্দোলনে অনলাইন নেটওয়ার্ক কীভাবে ভূমিকা রাখে, তার অভিনব শিক্ষা দেখিয়ে দিয়েছে ব্রাজিল।Foto amplamente divulgada por blogs e contas de twitter coletada por @NoMovimento na cobertura colaborativa dos protestos em Sao Paulo
23উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ব্রাজিলের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি রয়েছে। এটা যেমন অনলাইন ব্যবহারকারীদের বিস্মিত করেছে, তেমনি বিতর্কও তৈরি করেছে।A questão que parece ser central é que no Brasil, um país com uma grande presença em grande parte das mídias sociais online, está aprendendo a fazer melhor uso do potencial das redes para uma mobilização nacional.
24ফেসবুক ব্যবহারকারী ইতিহাসবিদ ফ্রেড কোয়েলহো অবজেক্ট ইয়েস, অবজেক্ট নো ব্লগে লিখেছেন, বিপদের সময়ে সোশ্যাল মিডিয়া প্রতিবাদের বিস্তারিত তথ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে (তার অনুমতি নিয়ে প্রকাশিত):
25আজকে ফেসবুকের ইতিহাসে সবচে' তথ্যবহুল দিন, বিশেষ করে আমার টাইমলাইনে।Isto vem sendo acompanhado com alguma surpresa e contentamento pelos seus usuários.
26গতকালের ঘটনার বিভিন্ন প্রবন্ধ, লিংক, ভিডিও, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজনের লেখা আমি সংগ্রহ করেছি।O historiador Fred Coelho, do blog Objeto Sim, Objeto Não, através do Facebook (citado com permissão), ressalta como as mídias sociais tiveram importante papel em informar durante as manifestações:
27এটা জুকারবার্গের নেটওয়ার্ক ছাড়া সম্ভব হতো না। বেশ রোমাঞ্চকর একটা ব্যাপার।“Hoje foi um dos dia mais bem informados da história do facebook - ao menos, da minha timeline.
28জনগণকে একত্রিত করতে অনলাইন কী করে টুলস হিসেবে ব্যবহৃত হয়, তা রাজনীতিবিদদের পক্ষে বোঝা কষ্টকর। লিওনার্দো সাকামটো ব্লগে তাই নিয়ে আলোচনা হয়:A quantidade de artigos, links e videos que coletei sobre os eventos de ontem, textos do mundo inteiro, sem ter que sequer sair da rede do zuckberg foi sensacional.”
29টুইটার, ফেসবুক কীভাবে আন্দোলনের পক্ষে ব্যবহার করা যায়, তা আয়ত্ত্ব করা মূলধারার রাজনীতিবিদদের পক্ষে বেশ কষ্টসাধ্য।Já Leonardo Sakamoto aponta em seu blog para uma dificuldade dos políticos em compreenderem como as ferramentas de mobilização online funcionam:
30তারা বিশ্বাস করে, এগুলো শুধুমাত্র ব্যক্তিগত যোগাযোগের কাজের জন্য।“Os políticos tradicionais têm dificuldade em assimilar como movimentos utilizam ferramentas como Twitter e Facebook.
31অথবা বড়ো জোর ভোটারদের তথ্য পেতে ব্যবহার করা যায়।
32এদের মধ্যে আরো কিছু রাজনীতিবিদ আছে, যারা বিশ্বাস করে সোশ্যাল নেটওয়ার্ক তাদের নিজেদের সত্ত্বা না, একে রাজনীতির প্লাটফর্ম হিসেবে ব্যবহার করা যায় না, এটাকে সম্মিলিত কণ্ঠস্বর তৈরির ভিত্তিভুমি হিসেবেও ব্যবহার করা যায় না।Acreditam que são apenas um espaço para marketing pessoal ou, no máximo, um canal para fluir informação ou atingir o eleitor. Há também os que creem que redes sociais funcionam como entidades em si e não como plataformas de construção política onde vozes dissonantes ganham escala, pois não são mediadas pelos veículos tradicionais de comunicação.
33নেট ব্যবহারকারীরা প্রথাগত মিডিয়ার মাধ্যমে ফিল্টার না হওয়ায় তারা এমনটা মনে করেন।Ou seja, onde você encontra o que não é visto em outros lugares, por exemplo.”
34অন্যদিকে উদাহরণ হিসেবে বলা যায়, আপনি এক জায়গায় যা পাবেন, সব জায়গায় তা পাবেন না।E ressalta o uso das mídias sociais como forma de participação social:
35পোস্টটি সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল পার্টিসিপেশন বা সামাজিক অংশগ্রহণের ফর্ম বা ধরন হিসেবে উল্লেখ করেছে:“Essas tecnologias de comunicação não são ferramentas de descrição da realidade, mas sim de construção e reconstrução desta.
36এই যোগাযোগ প্রযুক্তির টুলসগুলো বাস্তবতাকে ব্যাখ্যা করতে পারে না, কিন্তু বাস্তবকে গড়ে তুলতে বা পুনর্নিমাণ করতে পারে।
37এই নেটওয়ার্কে একজন ব্যক্তি যখন অভিনয় করবে, তা রিপোর্ট হবে না।Quando a pessoa está atuando através de uma dessas redes, não reporta simplesmente.
38তিনি আবিষ্কার, গ্রন্থনা, পরিবর্তন করলে তা হবে।Inventa, articula, muda. Vive.
39আস্তে আস্তে এই পরিবর্তনগুলো রাজনীতি এবং সামাজিক অংশগ্রহণের ধরনেও পরিবর্তন আনবে।Isso está mudando aos poucos a forma de se fazer política e as formas de participação social.
40এই শক্তিকে প্রতিনিধি, পার্টি, ইউনিয়ন, অ্যাসোসিয়েশন স্বীকার করে নেবে। এবং জনগণের সরাসরি কর্মকাণ্ডকে হ্রাস করে নিজস্ব রাজনৈতিক বাস্তবতার কাঠামোকে দিন দিন বৃদ্ধি করবে।O poder concedido a representantes, tanto em partidos, como em sindicados, associações, entre outros espaços, tende a diminuir e a atuação direta das pessoas com os desígnios da sua polis, consequentemente, aumentar.”