# | ben | por |
---|
1 | ইতালি: মৃত্যুর অধিকারের জন্য লড়াই | Itália: Em defesa do “direito de morrer” |
2 | বিশেষ সংবাদ: এই লেখাটি পোষ্ট করার কয়েক ঘন্টা পরে এলুয়ানা এনগ্লারো মারা গেছেন। | ATUALIZAÇÃO: Eluana Englaro morreu poucas horas depois desta postagem ser escrita. |
3 | ১৭ বছর অচেতন বা কোমায় থাকার পর স্বেচ্ছামৃত্যুর অধিকার নিয়ে এক তরুনী মেয়ের আইনী লড়াই নিয়ে ইতালীতে অনলাইনে বিভিন্ন কার্যক্রম এবং মন্তব্য চলছে। | |
4 | এর বেশীরভাগই এলুয়ানা এনগ্লারোর ইচ্ছাপুরনের অধিকার প্রতিষ্ঠার পক্ষে। | Uma batalha judicial sobre o ‘direito de morrer' de uma jovem, em coma há 17 anos, estimulou comentários na Internet e o ativismo na Itália. |
5 | ইতালির নেটবাসীরা এক পিটিশন (দরখাস্তে) সই করছে, প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে একই সাথে ইউটিউব ভিডিওতে নিজের জীবন নিজের বাঁচা এই অধিকার নিয়ে বিবৃতি দিয়েছে। | |
6 | তারা এসব করেছে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি এবং ভ্যাটিকানের মতামতের বিরুদ্ধে। এলুয়ানা এনগ্লারো ৩৮ বছরের এক ইতালিয় নারী। | A maioria em defesa à “escolha de Eluana Englaro”, internautas italianos assinaram petições, organizaram protestos e fizeram vídeos para YouTube de seus próprios ‘testamentos vitais', desafiando o primeiro ministro Silvio Berlusconi e o Vaticano. |
7 | সে ১৯৯২ সালে এক গাড়ী দুর্ঘটনায় তিনি চলৎশক্তিহীন ও অচেতন হয়ে পড়েন। | Eluana Englaro é uma mulher italiana de 38 anos que ficou em estado vegetativo depois de uma batida de carro em 1992. |
8 | এ দুর্ঘটনার সামান্য আগে এলুয়ানা তার এক বান্ধবীকে দেখতে যান, যে কিনা এক দুর্ঘটনায় কোমা বা জীবনমৃত অবস্থায় চলে গিয়েছিল। | Pouco antes do acidente, Eluana visitou uma amiga em coma e expressou ao seu pai a sua vontade firme de nunca ser mantida viva artificialmente caso algo semelhante lhe acontecesse. |
9 | সে সময় এলুয়ানা তার পিতাকে জানান, এ রকম কোন দুর্ঘটনা যদি তার জীবনে ঘটে তবে তিনি কৃত্রিমভাবে বেঁচে থাকতে চান না। কয়েকবছর ধরে যত্ন নেবার পর এলুয়ানার পিতা বেপ্পিনো এনগ্লারো আদালতে এক মামলা শুরু করেন। | Enquanto cuidava carinhosamente de Eluana por todos estes anos, Beppino Englado, o pai, começou uma batalha judicial, que se prolongaria por uma década, para realizar os desejos de sua filha, permitindo assim que ela morresse, apesar dos testamentos vitais [en] não serem reconhecidos pela lei italiana. |
10 | এই মামলার উদ্দেশ্য ছিল তার কন্যার ইচ্ছে পুরণ করা, তাকে মারা যেতে দেওয়া। | A disputa legal acabou chegando aos supremos tribunais da Itália e da União Européia, em Estrasburgo [França], com decisões favoráveis ao pedido de morrer de Eluana. |
11 | যদিও ইতালির আইন স্বেচ্ছা মৃত্যুর অধিকারকে স্বীকৃতি দেয় না (ইংরেজী ভাষায়), এই আইনের জটিল ঘটনাক্রমে ইতালির সর্বোচ্চ আদালত ও ইউরোপীয়ান ইউনিয়নের আদালত স্ট্রাসবুর্গ পর্যন্ত পৌঁছায়। | |
12 | শেষ পর্যন্ত কোর্ট এলুয়ানার মৃত্যুর ইচ্ছার পক্ষে রায় দেয়। | No dia 6 de fevereiro, sexta-feira, seus médicos começaram a preparar a remoção dos tubos de alimentação. |
13 | ফেব্রুয়ারীর ছয় তারিখ শুক্রবারে এলুয়ানার ডাক্তার তাকে খাওয়ানোর জন্য লাগানো সব কৃত্রিম নল খুলে ফেলার প্রস্তুতি নেয়। | Abraçando os princípios do Vaticano, o primeiro ministro italiano Silvio Berlusconi tentou recorrer da decisão do tribunal [en]e emitiu um decreto de emergência que foi rapidamente aprovado pelo parlamento. |
14 | ভ্যাটিকানের অস্বস্তিকর চিন্তার মতেই ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি কোর্টের আইন পাল্টানোর চেষ্টা করেন (ইংরেজী ভাষায়)। | |
15 | তিনি এই বিষয়ে এক বিশেষ জরুরী আদেশ জারী করেন। | Entretanto, o presidente italiano [NT: Giorgio Napolitano] |
16 | এই আদেশ ইতালীর পার্লামেন্ট অনুমোদন করে। | recusou-se a assiná-lo e foi apoiado por magistrados, jornalistas e cidadãos comuns. |
17 | কিন্তু ইতালির প্রেসিডেন্ট এই ডিক্রীতে সই করতে অস্বীকার করেন। অনেক পন্ডিত আইনজীবি, সাংবাদিক এবং সাধারণ নাগরিক প্রেসিডেন্টের কাজটিকে সমর্থন করে। | Em seguida, em uma corrida contra o tempo para ‘salvar Eluana', Berlusconi anunciou a apresentação imediata de um “projeto de lei especial”, que poderia ser ratificado pelo parlamento em até uma semana, assim o veto do presidente seria driblado e os médicos seriam obrigados a voltar com a alimentação de Eluana. |
18 | তারপর সময়ের স্বল্পতার কারনে এই আইনকে বাস্তবায়ন করার বিপরীতে সিলভিও বার্লুসকোনি ঘোষনা দেন, তিনি বলেন এই ঘটনা থামানোর জন্য তাৎক্ষণিক এক বিশেষ খসড়া আইন উত্থাপন করবেন (ইতালিয়ান ভাষায়)। | |
19 | পার্লামেন্ট এক সপ্তাহের মধ্যে এই আইনটিকে সমর্থন করবে। | Ele também sugeriu uma possível emenda constitucional, se necessário fosse. |
20 | এভাবে প্রেসিডেন্টের না ভোট প্রদানকে কার্যকর করা হয়। | Foto de Radicali Milano, usada sob a licença de Creative Commons no Flickr. |
21 | ডাক্তারকে জোর করা হয় যাতে সে এলুয়ানাকে খাওয়াতে বাধ্য হয়। | |
22 | বার্লুসকোনি বলেন, যদি প্রয়োজন হয় তাহলে সংবিধান সংশোধন করা হবে। ছবিটি তুলেছেন র্যাডিকালি মিলানো, ফ্লিকারের ক্রিয়েটিভস কমন্স এর অধীনে ছবিটি প্রকাশিত | Enquanto manifestações públicas - tanto “pró-vida”, quanto “pró-Eluana” - eram realizadas durante o final de semana, uma grande manifestação era planejada para o Dia de São Valentim (14 de fevereiro), no centro de Roma [adiada para o sábado, 21 de fevereiro], contra a “ditadura obscurantista” das iniciativas do governo. |
23 | জনতা ‘জীবনের পক্ষে' এবং ‘এলুয়ানার ইচ্ছামুত্যু' এই দুইভাগে ভাগ হয়ে যায়। | Com a Itália à beira de uma crise constitucional sem precedentes desde a Segunda Guerra Mundial, o país inteiro está agora imerso em discussões acaloradas que tomaram a Internet. |
24 | একদল জনতা সপ্তাহজুড়ে অন্দোলন করে। | Uma subversão da justiça |
25 | ভ্যালেন্টাইনস ডে (১৪ ফেব্রুয়ারীতে)- তে রোমের শহরতলীতে এই উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা করার পরিকল্পনা রয়েছে (এখন তা ফ্রেবুয়ারীর ২১ তারিখে অনুষ্ঠিত হবে)। | |
26 | এই সমাবেশ অনুষ্ঠিত হবে সরকারের স্বৈরশাসন মানসিকতার বিরুদ্ধে (ইতালিয়ান ভাষায়)। | A maioria dos blogueiros vê, no movimento de Berlusconi, uma tentativa de subverter as instituições estatais. Mente critica [it] escreve: |
27 | ইতালির পার্লামেন্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম নজীরবিহিন সাংবিধানিক সংকট তৈরী হয়। এখন এই আলোচনা পুরো দেশটিকে গ্রাস করেছে। | Rascunhar um decreto de emergência para reverter a decisão final de um Supremo Tribunal é um coup de stat [NT: golpe de estado] contra um dos poderes legítimos da nossa República. |
28 | বিষয়টি ইন্টারনেটে অনেক বেশী আলোচিত হচ্ছে। বিচার বিভাগের উপর এক বিশেষ নাশকতামূলক কার্যক্রম: | É um ato tão declaradamente anticonstitucional que nem mesmo [o ditador espanhol] Franco e nem os coronéis da junta militar grega tiveram a audácia de tentar. |
29 | রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর সিলভিও বারর্লুসকোনি নাশকতার প্রচেষ্টার উপর বেশীর ভাগ ব্লগার চোখ রাখছিল। | Random bits, un blog antropologicamente inferiore [it], depois de declarar sua proximidade com o partido majoritário no parlamento [NT: Poppolo della Liberta (PdL)], tem isto a dizer sobre o decreto de emergência: |
30 | মেনটে ক্রিটিকা (ইতালিয়ান ভাষায়) লিখছেন: | (Ainda) não estamos encarando um comportamento abertamente ditatorial, mas estamos aproximando-nos perigosamente do limite. |
31 | যখন হাইকোর্টের চুড়ান্ত রায়ের বিরুদ্ধে কোন বিশেষ ডিক্রি জারী করা হয়, তখন রাষ্ট্রের আইনী ক্ষমতার বিরুদ্ধে একটা ক্যু সংঘটিত হয় । | |
32 | এটি এমন এক অসাংবিধানিক কর্ম যা ফ্রাঙ্কো (স্পেনের স্বৈরশাসক) বা গ্রীক সামরিক জান্তা কর্ণেলরাও করার চেষ্টা করতে সাহস পেত না। | |
33 | র্যানডম বিটস, আ ব্লগ এ্যানথ্রোপোলজিকাল ইনফেরিও (ইতালী ভাষায়), পার্লামেন্টে সংখাগরিষ্ঠ দলের কাছাকাছি থাকার কথা ঘোষণা করে এই বিশেষ জরুরী ডিক্রির ব্যাপারে বলেন। | |
34 | আমরা এখন খোলাখুলি ও সরাসরি স্বৈরতান্ত্রিক ব্যবহারের মুখোমুখি হইনি ঠিকই, কিন্তু আমরা বিপদজনকভাবে তার সীমা পার করছি(-)। | |
35 | সরকারকে স্মরণ করিয়ে দেই রাষ্ট্রের ক্ষমতা ভারসাম্য রক্ষার নীতিটি যেন ঠিক রাখা হয়। | (…) relembrando ao governo sobre a importância da separação dos poderes e dos mecanismos de controle e equilíbrio. |
36 | ওপেন ওয়ার্ল্ড (ইতালিয়ান ভাষায়) বার্লুসকোনির উদ্ধৃতি দিয়ে বলছেন, ‘এলুয়ানা এনগ্লারো এমন একজন যার এখন হয়তো একটি সন্তান থাকতে পারতো'। | |
37 | তিনি ‘লিভিং উইল' বা ‘বাঁচার ইচ্ছে নিজের হাতে' বিষয়টিকে শাসনতান্ত্রিক আইন করার কথা বলছেন এবং তার সাথে যোগ করছেন: | |
38 | সরকার, বিচারবিভাগ এবং প্রশাসন-এর গুরুত্বপূর্ণ অংশ, ক্যাথলিক জনগোষ্ঠী দেশটিকে একটি ধর্মনিরপেক্ষ দেশ বানাতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে, আর এটাই আসলে ইতালি। | |
39 | এটি আমাদের শাসনতন্ত্রে লেখা রয়েছে যদিও এই দেশটি প্রধানমন্ত্রীর বর্ণনা মোতাবেক একটি দেশ। ভ্যাটিকানের তৈরী হওয়া চাপ চারপাশে পাহাড়ের মতো বাড়ছিল। | Open World [it], citando Berlusconi dizendo que Eluana Englaro em sua condição atual “é uma pessoa que poderia até ter um filho”, apóia a necessidade de uma legislação para os testamentos em vida e acrescenta: |
40 | ক্যাথলিক ধর্মযাজক এবং ব্লগার পাওলো পাদরিনি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন পাসি নেল ডেশার্তে (ইতালিয়ান ভাষায়) ব্লগে: | |
41 | এই মুহুর্তে একটি ঘটনাই এক বিশাল সামজিক বোমা বিষ্ফোরণ ঘটাতে ও প্রাতিষ্ঠানিক সংঘর্ষ তৈরী করতে পারে। | |
42 | খুব তাড়াতাড়ি পার্লমেন্টের সকল ক্যাথলিক সদস্যদের একত্রিত হতে হবে, তাদের এমন একটি বিল উত্থাপন করতে হবে যা এ ধরনের ঘটনা বাতিল করতে পারে, যতক্ষণ না কোন চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। | |
43 | একজনের জীবন শেষ করার জন্য এবং তথাকথিত জৈবিক বিবৃতি পৌছানোর আগে এটি শেষ করতে হবে। | O Governo está autorizando uma parte muito importante do eleitorado, o católico, a tornarem-se donos de um estado laico, como é a Itália. |
44 | যে কোন ধরনের ভুল বুঝাবুঝি এড়াতে, এমনকি তা যদি এক শান্তিপূর্ণ মৃত্যুও হয় তারপরেও এই কাজটি করতে হবে। | |
45 | একটি ইতালিয়ান সংবাদপত্র লা রিপাবলিকায় একজন বিখ্যাত সংবধিান বিশেষজ্ঞ স্টেফানো রাডাটা সমস্যাটিকে সাংবিধানিক সুনামি বলে বর্ণনা করেন (ইতালিয়ান ভাষায়)। | |
46 | তিনি বিষয়টি নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন (ইতালিয় ভাষায়)। | |
47 | এই উদ্বিগ্নতা সংসদের অনেক সদস্যদের, এটি আমাদের এমন এক গোলমালের দিকে নিয়ে যাবে যেখানে জনগণের আধিকারে জন্য ও তাদের নিজের মানবতার প্রতি খুব কম শ্রদ্ধা থাকবে। | |
48 | একজন মন্তব্যকারী তার ব্লগের সর্বশেষ প্রবন্ধ ১পার্টিজিয়ানোতে লিখছেন: আবার সরকার আইন তৈরী করছে। | Isto também está escrito na constituição do nosso país, mesmo que seja contrária à opinião do primeiro ministro. |
49 | এ্যাড পারসোনা এর মাধ্যমে এলুয়ানার বিষয়টি দেখুন। রাজনৈতিক নেতার কোন বিশেষ ঘটনা দেখাও জরুরী। | Com pressão do Vaticano por todas as partes, o padre católico e blogueiro Paolo Padrini expressa suas opiniões em Passi nel deserto [it]: |
50 | বিশেষ আইন জারীর বদলে সবার জন্য যথাযথ আইন তৈরী করা দরকার। | Neste momento há apenas uma coisa que poderia reduzir o estardalhaço de uma grande quebra social e institucional. |
51 | আমরা নাগরিকরা সচতেন থাকবো কে আমাদের শাসন করবে তা নিয়ে ভাববো, তাদের উদ্ধত এবং রাজনৈতিক অজ্ঞতার বিষয়েও আমরা সচেতন থাকবো। এলুয়ানার মৃত্যুকে বেছে নেবার আন্দোলনে অনলাইনের কার্যক্রম: | Todos os parlamentares católicos deveriam reunir-se em breve e apresentar um projeto de lei que suspenda qualquer ação até que seja tomada a decisão final sobre uma lei prevendo “o final da vida de uma pessoa” e se chegue a um consenso sobre o chamado “testamento biológico”, para que assim seja evitado qualquer mal-entendido parecido ao da eutanásia. |
52 | এলুয়ানাকে নিয়ে তৈরী করা শোভাযাত্রা ও অন্য ধরনের এলুয়ানার সাথে সর্ম্পকিত এ রকম সব ছবি নিয়ে ফ্লিকার ১৫০ পাতার ছবি ছেপেছে । ফেসবুক এ ধরনের কর্মকান্ড চালানোর জন্য আর্দশ জায়গা। | No jornal italiano La Repubblica, um renomado especialista constitucional, Stefano Rodotà, descreveu a situação como uma “tsunami constitucional” [it] e expressou sua preocupação [it] com “a ansiedade de tantos membros do parlamento que nos levará a uma orla onde há pouco respeito pelos direitos humanos e por sua própria humanidade”. |
53 | ফেসবুকে আজকাল অনেকই তাদের সরকারের সমালোচনা করছে। | Num comentário escrito sobre este artigo, 1partigiano disse: |
54 | সেখানে প্রোফাইল এর ছবি রেখে তারা এর প্রতিবাদ জানাচ্ছে। | Outra vez o governo faz leis ‘ad personam', vejam o caso de Eluana. |
55 | ইতালির শহরতলীতে এলুয়ানাকে সমর্থন করার জন্য একদল লোক ভ্যালেন্টাইনস ডে শোভাযাত্রা (ইতালিয়ান ভাষায়) বের করার উদ্যোগ নিয়েছিল (এখন তা ফেব্রুয়ারীর ২১ তারিখে এসে অনুষ্ঠিত হবে) এই শোভাযাত্রারা জন্য দ্রুত ২০০০ সদস্য সংগ্রহ হয়ে যায় এবং একটি পিটিশন (দরখাস্ত) তৈরী করা হয়। | |
56 | এই দরখাস্ত (ইতালিয়ান ভাষায়) এলুয়ানার মৃত্যুকে বেছে নেবার অধিকারকে সমর্থন করে। প্রায় ৮৬ হাজার লোক এতে সমর্থন দেয়। | A política, que deve fazer leis utilizáveis por todos, agarra-se a um fato específico e emite um decreto; Nós, como cidadãos, devemos estar cientes de quem está nos governando, de sua arrogância e ignorância política. |
57 | আরো অনেক গ্রুপ বিষয়টি নিয়ে আলোচনা করছে। | Ativismo online a favor da “escolha de Eluana” |
58 | একবাক্যে বলা যায় তারা স্থানীয় ভাবে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করছে। বেশীর ভাগই জনগণই কোর্টের আদেশকে সমর্থন করছে। | O Flickr tem mais de 150 páginas com fotos de manifestações, desenhos e outros tipos de imagens relacionados com o caso de Eluana. |
59 | সর্বশেষ যে সংবাদ সেটি হলো এলুয়ানার বিষয়ে এক প্রচারনা চালানো হচেছ। | |
60 | এই প্রচারনার অংশ হিসেবে লোকদের (ইতালিয়ান ভাষায়) লিভিং উইল বা ইচ্ছামৃত্যু বিষয়ে একটি ইমেইল সরাসরি শ্রমমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে। জনগণ মেইলে দরখাস্ত পুরণ ও স্বাক্ষর করছে এবং জানাচ্ছে যে তারা শুরু থেকে কৃত্রিমভাবে নানা ডাক্তারী যন্ত্রপাতির মাধ্যমে জীবন বাঁচিয়ে রাখার বিপক্ষে। | O Facebook é um local ideal para ativismo: nestes dias, muitas pessoas estão protestando contra as ações do governo escurecendo a foto de seus perfis, enquanto que um grupo está apoiando a manifestação pelo Dia de São Valentim [it], no centro de Roma [agora adiado para o dia 21 de fevereiro], ganhou rapidamente mais de 2.000 membros e quase 86.000 pessoas se uniram a uma petição de apoio [it] pela “escolha de Eluana”. |
61 | তারা তাদের পরবর্তী পরিকল্পনার কথা বলছে। ডজনখানেক লোক ইউটিউবে ছোট ছোট ভিডিও পাঠিয়েছে (ইতালিয়ান ভাষায়)। | Vários outros grupos estão discutindo os temas em jogo e organizando ações locais - mais uma vez, a vasta maioria apóia a decisão do tribunal. |
62 | এই সব ভিডিওর মাধ্যমে তারা লিভিং উইলকে সমর্থন জানিয়েছে। এখন ইউটিউকে প্রায় ১০০-র বেশী ভিডিও পাওয়া যাবে যেগুলো শতশত লোক দেখেছে। | Por último, mas não menos importante, uma campanha para enviar por e-mail o testamento em vida das pessoas [it] diretamente ao ministro do Trabalho está a caminho: elas preenchem e assinam um formulário declarando serem contra qualquer ajuda artificial que prolongue a vida. |
63 | এছাড়াও ইউটিউবে তার সাথে এই আইনকে সমর্থন করে একটি ভিডিও রয়েছে যা সম্প্রতি উত্থাপন করেন সিনেটর এবং সার্জেন ইগনাজিও মারিনো। | Levando esta estratégia ao próximo nível, dúzias de pessoas começaram a postar vídeos curtos no YouTube [it], nos quais detalham seus testamentos em vida. Mais de cem vídeos estão disponíveis neste momento, muitos com centenas de visualizações. |
64 | এতে তিনি এই ধরনের বায়োলোজিকাল টেস্টামেন বা জৈবিক বিবৃতির (বা লিভিং উইল-এর আইনী দিকের) প্রতি সমর্থন জানিয়েছেন। | Também pelo YouTube, está o vídeo a seguir que apóia um projeto de lei recentemente apresentado pelo senador e cirurgião Ignazio Marino, a favor do valor legal desses ‘testamentos biológicos': |
65 | এই পোস্টের সহযোগী লেখিকা এলেনোরা পান্টো | Esta postagem foi co-escrita por Eleonora Pantò. |