# | ben | por |
---|
1 | গ্রানাডাতে ব্যাপক পরিবর্তন এনেছে একটি ছোট্ট পাঠাগার | Uma pequena biblioteca está fazendo a diferença em Granada |
2 | ওয়েস্ট ইন্ডিয়ান গল্প। | West Indian Stories. |
3 | ছবিঃ ফ্লিকার ব্যবহারকারী কোকোনিকো। | Foto do usuário do Flickr coconinoco. |
4 | সিসি বাই-এনসি-এনডি ২. | CC BY-NC-ND 2.0 |
5 | ০। গ্রানাডাতে এমন একটি পাঠাগার আছে যা একেবারেই গতানুগতিকতার বাইরে। | Este artigo contém links que levam a outras páginas, inclusive noutros idiomas, caso queira aprofundar o assunto |
6 | একজন লেখক, গির্জার একটি গ্রুপ এবং তৃণমূলের একটি দল যৌথভাবে পাঠাগারটি প্রতিষ্ঠা করেছেন। | |
7 | এই যৌথ সামাজিক কার্যক্রমটিকে বলা হয় গ্রাউন্ডেশন গ্রানাডা। | |
8 | তাঁদের প্রতিষ্ঠিত পাঠাগারটির নাম মাউন্ট জিওন। | Existe uma biblioteca em Granada fora do comum. |
9 | এই ছোট পাঠাগারটি এমন একটি কার্যক্রম, যা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সংস্কৃতিকে প্রবর্তন করতে চায়। | Foi fundada por um escritor, um grupo da igreja e por um grupo de ação social chamado Groundation Grenada. |
10 | কেননা ক্যারিবিয়ান অঞ্চলে স্বেচ্ছাসেবকের কাজ করার তেমন প্রচলন নেই। এই কার্যক্রমের মাধ্যমে শুধুমাত্র তরুণদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেই উদ্বুদ্ধ করে না বরং বই পড়তে ভালোবাসতে শেখায়। | Mt. Zion é uma pequena biblioteca que está promovendo a cultura do voluntariado, o que não é comum no Caribe, incentivando a juventude não apenas a se envolver, mas também a aprender a gostar de ler. |
11 | তরুণদের লক্ষ্য করে প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। বিশেষকরে ২০০৯ সালে প্রকাশিত জাতিসংঘের উন্নয়ন কার্যক্রমের মানব উন্নয়ন রিপোর্টের প্রাসঙ্গিক উন্নয়নের আলোকে তরুণদের উন্নয়নে প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। | O foco do projeto são os jovens, o que é especialmente importante após o relatório sobre desenvolvimento humano do Programa das Nações Unidas para o Desenvolvimento,de 2009, mostrar que Granada possui a mais alta taxa de pobreza dos países ingleses do Caribe. |
12 | রিপোর্টে দেখা গেছে, ইংলিশ ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোর মধ্যে গ্রানাডার দারিদ্র্যের হার সর্বোচ্চ। | |
13 | আর সর্বোচ্চ দারিদ্র্য হারের কারনে তরুণেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। | A juventude é a mais prejudicada, a situação econômica afeta sua escolaridade e empregabilidade. |
14 | বিদ্যালয়ে তাদের পড়াশুনা এবং ফলাফলস্বরূপ তাদের কর্মজীবনে এই অর্থনৈতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব পরছে। | |
15 | দেশটির বেকারত্বের হার বর্তমানে শতকরা ৪০ শতাংশে পৌঁছেছে। | A taxa de desemprego no país, atualmente, está em torno de 40%. |
16 | যদিও মাউন্ট জিওন পাঠাগার সেবাকে একটি বিকল্প টেকসই পেশা হিসেবে তুলে ধরেছে, তার সাথে বাড়তি পাওনা হিসেবে নতুন প্রজন্ম পড়তে আরো বেশি উৎসাহী হয়ে উঠছে। | A Mt. Zion está transformando os serviços bibliotecários em uma opção de carreira viável e sendo o bônus uma nova geração que está se apaixonando pela leitura. |
17 | গ্রাউন্ডেশন গ্রানাডা এমনি একটি উদাহরণ শেয়ার করেছেঃ ২০ বছর বয়সী আলেসিয়া আয়ারড একজন গায়ক এবং শিল্পী। | Groundation Grenada compartilha um exemplo: Alesia Aird, 20 anos, cantora e artista que não se parece em nada com uma bibliotecária convencional. |
18 | তাকে দেখতে একেবারেই তথাকথিত একজন গ্রন্থাগারিক বলে মনে হয় না। | |
19 | তিনি জ্যামাইকান রিগ্গি সঙ্গীতের আইকন পিটার টসের সচেতন সঙ্গীত শোনেন এবং ধরণ ন্যান্সি পার্লের চেয়ে লরেন হিলের মতো। | Ela escuta o ícone do reggae jamaicano Peter Tosh e sua música consciente e se parece mais com a Lauryn Hill do que com a Nancy Pearl. |
20 | তিনি তার অধিকাংশ অবসর সময় মাউন্ট জিওনে স্বেচ্ছাসেবক হিসেবে ব্যয় করেন এবং ওয়েস্ট ইন্ডিয়ান সাহিত্য ও বিজ্ঞান কথাসাহিত্যের কাজ সম্পর্কে উত্সাহী হয়ে উঠছেন। | No entanto, ela passa a maior parte de seu tempo livre voluntariando na biblioteca e se apaixonou por literatura indiana contemporânea e por obras de ficção científica. |
21 | গ্রাউন্ডেশন ব্যাখ্যা করেছে: | Groundation explica: |
22 | আলেসিয়া সবসময় পাঠক ছিলেন না। | Alesia nem sempre foi leitora. |
23 | আসলে পড়াশোনা সব সময় তাঁর কাছে শাস্তির মত অনুভূত হত; তাকে যেন কোন কিছু করতে বাধ্য করা হচ্ছে। | Na verdade, ela relembra que a leitura parecia uma punição, algo que era forçada a fazer. |
24 | একটি মাছ কিভাবে একটি গাছে আরোহণ করবে সে সম্পর্কে পড়ানোর মতো স্কুলে তাঁর কঠিন অভিজ্ঞতার কথা তিনি বর্ণনা করেছেন। কারণ স্কুলের প্রচলিত পদ্ধতি শেখার বিভিন্ন ধরণ এবং স্থানকে তুলে ধরতে ও তাঁর সঠিক প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। | Descreve sua experiência na escola sendo similar a ensinar um peixe a subir em uma árvore, já que o sistema escolar não conseguiu reconhecer e aplicar diferentes estilos e ritmos de aprendizagem. |
25 | সুতরাং পাঠক নন এমন একজন কিভাবে ঠিক একজন স্বেচ্ছাসেবক গ্রন্থাগারিক হিসাবে নিযুক্ত হলেন ? | Então, como um não leitor se candidata a voluntário de uma biblioteca? |
26 | ধীরে ধীরে তিনি তা হয়ে উঠেছেন। | Pouco a pouco, como se vê. |
27 | একজন বন্ধু তাকে বই বাছাইয়ে সাহায্যের জন্য বলেছিলেন। | Um amigo pediu-lhe para ajudá-lo na classificação de alguns livros. |
28 | তাই বাধ্য হয়ে তিনি বই বাছাই করলেন। ফলে এই প্রকল্পে জড়িত ব্যক্তিদের “গুড ভাইবস” দ্বারা তিনি এ কাজে নিযুক্ত হলেন। | Ela concordou e se deixou levar pela “boa vibração” do que dizem as pessoas envolvidas no projeto. |
29 | তিনি বলেন, “অ-পাঠক থেকে পাঠকে রুপান্তরিত হওয়া লোকেরা তাদের পছন্দের বইটি পড়ে যে হাসি” হাসেন সে হাসিই তাকে এ কাজে উদ্বুদ্ধ করে। | Diz que o que a fez ficar foi “o sorriso dos leitores que se converteram depois da leitura de um livro de que gostaram”. |
30 | আইরিড মনে করেন যে মাউন্ট জিওন শুধু স্বেচ্ছাসেবকদের আবেগের কারণেই বিশেষ কিছু হয়ে ওঠেনি, বরং “এর অবস্থান [সেন্ট জর্জ এর কেন্দ্রবিন্দুতে]” এবং সেবার ফলে লাইব্রেরিটি গতানুগতিকতার বাইরে অনন্য হয়ে উঠেছে।” | Aird está convencida que a biblioteca Mt. Zion é especial, não apenas pela paixão dos voluntários, mas também pela “sua localização [no coração de St. George] e sua origem, que dão à biblioteca características únicas e pouco convencionais”. |
31 | মাউন্ট জিওনের জনপ্রিয়তা ক্রমাগত বেড়ে চলেছে। | |
32 | প্রতিবেদন অনুযায়ী, দিনে কমপক্ষে দুইজন করে নতুন সদস্য আসছেন। | |
33 | বিশেষকরে, তরুণদের মাঝে এটি বেশি জনপ্রিয়তা পাচ্ছে। তাঁরা এটিকে এমন একটি সহায়ক স্থান বলে মনে করছে, যেখানে তাঁরা ভাবনার আদান প্রদান এবং নিজেদের মতো করে সময় কাঁটাতে পারে। | A popularidade da Mt. Zion continua crescendo - dois novos membros se registram por dia - especialmente os mais jovens, que lá encontram um espaço de apoio, onde podem trocar ideias e serem eles mesmos. |