Sentence alignment for gv-ben-20130107-34758.xml (html) - gv-por-20121220-38113.xml (html)

#benpor
1গ্লোবাল ভয়েসেসের স্বেচ্ছাসেবক জ্যানেট গুন্টারের সঙ্গে সাক্ষাতConheça Janet Gunter, colaboradora do Global Voices
2গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় যখন কোন দেশে ভ্রমন করে তখন তাঁরা স্বভাবতই ওই দেশের দু' একজন ‘জিভিয়ার্স' (গ্লোবাল ভয়েসেস এর সাথে সম্পৃক্ত ব্যক্তি) এর সাথে সাক্ষাত করেন।Sempre que membros da comunidade do Global Voices viajam para outro país, eles geralmente encontram um jeitinho de encontrar um ou mais colegas do ‘GV'.
3কিছুদিন আগে গ্লোবাল ভয়েসেসের স্বেচ্ছাসেবক জ্যানেট গুন্টার পেরুর লিমাতে ছিলেন, আমি তাঁর জন্য গতানুগতিক পিসকো সোর পানীয়ের আয়োজন করি এবং গ্লোবাল ভয়েসেসে তাঁর সম্পৃক্ততার বিষয়ে আলোচনা করি।Há alguns dias, Janet Gunter esteve em Lima, no Peru, e eu marquei um bate-papo, ao sabor de um autêntico Pisco, para falar sobre o envolvimento dela no Global Voices.
4আমাদের আলাপচারিতার কিছু প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া হল; বিকল্প ব্যবস্থা হিসেবে জ্যানেটের ভিডিও দেখতে পারেন (ইংরেজি সাবটাইটেল সহ)A seguir, veja algumas das perguntas e respostas que brotaram em nossa conversa. Se preferir, assista ao vídeo da entrevista com Janet (em espanhol, com legendas em português):
5হুয়ান আরেল্লানো (জে এ): জিভির সাথে আপনি কিভাবে যুক্ত হলেন?Juan Arellano (JA): Como você começou no Global Voices?
6জ্যানেট গুন্টার (জে জি): সারিতা [ পর্তুগীজ ভাষাভাষী দেশসমূহের জিভি সম্পাদক], এবং পূর্ব তিমোর সংক্রান্ত আমাদের ব্লগের মাধ্যমে।Janet Gunter (JG): Por intermédio de Sarita [Editora de Países de Língua Portuguesa], e por meio de nossos blogs sobre Timor Leste.
7আসলে আমরা পূর্ব তিমোরে প্রথমবারের মত সাক্ষাত করি।Na verdade, a gente se conheceu pessoalmente lá.
8এরপর আমি এখানে লন্ডনে পাওলার [ জিভি বহুভাষিক সম্পাদিকা] সাথে দেখা করি।Depois conheci Paula [Editora Multilíngue do Global Voices] em Londres.
9জিভি সবসময়েই আমাকে ভালো লোকের সাথে সাক্ষাত করার ও কাজ করার সুযোগ করে দেয়।O GV sempre significou, para mim, conhecer e trabalhar com pessoas do bem.
10জিভি পর্তুগীজ ই-মেইল তালিকার মাধ্যমে আমি অনুভব করি যে একই আগ্রহ ও মূল্যবোধের অনেক মানুষ বিশ্বব্যাপী ছড়িয়ে আছে।Na lista do Global Voices em Português, sinto que tenho dezenas de amigos, em todos os cantos do mundo, com interesses e valores semelhantes.
11এটা সত্যি আমার জন্য দুষ্প্রাপ্য।Isso é algo muito raro no meu caso.
12জ্যানেট গুন্টার, ছবি পাট্টামানুচ.Janet Gunter, foto de pattamanuch.com, usada com autorização.
13কম, অনুমতিক্রমে ব্যবহৃত। জে এ: আপনি কি পর্তুগীজ অনুবাদিকা, লেখক অথবা দুভাবেই জিভিতে অবদান রাখতে শুরু করেন?JA: Então você começou a colaborar com o Global Voices em Português como tradutora, autora ou ambos?
14জেজিঃ লেখক হিসেবে আমি পর্তুগীজ ভাষী আফ্রিকাকে কাভার করি।JG: Como autora - cobrindo países africanos de lingua portuguesa.
15এরপর লোকজন যখন পর্তুগীজ ভাষায় লিখতে শুরু করলো তখন আমি সেগুলোকে ইংরেজিতে ভাষান্তর করা শুরু করি।Depois, quando o pessoal começou a produzir artigos em português, comecei a traduzir os posts em inglês.
16বেশিরভাগ ক্ষেত্রে আমি আমাদের আফ্রিকান লেখকদের লেখা ভাষান্তর করি।Eu traduzo mais artigos de nossos autores africanos.
17জে এঃ জিভির বিশেষ কাভারেজ “সংকটে ইউরোপ” বিষয়ে আপনার ভূমিকা নিয়ে যদি কিছু বলতেনJA: Pode nos falar do seu papel na cobertura especial “Europa em Crise” do Global Voices?
18জে জিঃ আমি প্রণোদনা দানকারী/ উৎসাহ দানকারী নেতা!JG: Sou a instigadora / animadora de torcida!
19তিন বছর ধরে আমি পর্তুগালে বাস করি এবং আমি মনে করি এখানে যা কিছু ঘটছে সে বিষয়ে আমার ব্যক্তিগত আগ্রহ রয়েছে।Morei em Portugal por três anos e sinto que o que está acontecendo lá tem uma importância pessoal para mim.
20সারা আর আমি ঠিক করি যে ২০১১ সালে ইউরোপের গভীর সঙ্কটে নাগরিক কণ্ঠের ব্যাপক কাভারেজের প্রয়োজনীয়তা উপলব্ধি করি এবং এভাবেই আমরা আমাদের বিশেষ কাভারেজ পাতা শুরু করি।Sara e eu sentimos que precisávamos de mais cobertura das opiniões dos cidadãos com o agravamento da crise econômica na Europa em 2011.
21লেখক, অনুবাদক এবং এ বিষয়ে আমাদের শ্রোতাদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাই।Então a gente criou uma página de cobertura especial, que contou com uma resposta tremenda dos autores, tradutores e da nossa audiência.
22এছাড়াও স্প্যানিশ, পর্তুগীজ এবং ফ্রেঞ্চ জিভি সাইটগুলোর সম্পাদকেরাও এতে যুক্ত হন।Além disso, as equipes do Global Voices em Grego, Italiano, Espanhol, Português e Francês contam com editores bem engajados.
23ইউরোপ জুড়ে সবার সাথে সংযুক্ত হবার জন্য এবং প্রত্যেককে জানার জন্য এটা ছিল সত্যিই আনন্দের একটা ব্যাপার।É um grande prazer conectar e conhecer o pessoal Europa afora.
24বর্তমানে আমরা ৬০-৭০ জন লেখক, অনুবাদকেরা পরস্পরের সাথে সহযোগিতা করি ও যোগাযোগ রাখি।Somos no momento entre 60 e 70 autores e tradutores colaborando e trocando ideias.
25জে এঃ ইউরোপের (সঙ্কটে) জিভি কাভারেজ উন্নত করার বিষয়ে নতুন কিছু চিন্তা করেছেন কি?JA: Em sua opinião, há algo que possa ser feito para melhorar a cobertura da crise na Europa no Global Voices?
26জে জিঃ আমাদের একটা আর এস এস ফিড দরকার এবং সত্যিকার অর্থে আমাদের একজন সম্পাদকও দরকার কিন্তু এ সব কিছুর জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক স্পন্সরশীপ।JG: Precisamos de um feed de RSS, e o ideal seria contar com um editor mas estamos em busca de patrocínio institucional para viabilizar isso.
27একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি এন জি ওতে কাজ করেন আবার একই সঙ্গে অন্যান্য ক্ষেত্রেও বিচরন করেন।Você trabalha como freelancer para ONGs, ao mesmo tempo que mantém um pé em outras áreas.
28এ দুই ভিন্নধর্মী জগতের সাথে আপনি কি করে সমন্বয় সাধন করেন?Como você concilia esferas às vezes tão diferentes?
29জেজিঃ আমার টুইটডেক এ ৩০ কলাম লেখার পর “ব্যক্তিগত জীবন” বলতে আর কিছু থাকে না!JG: Com 30 colunas abertas no meu Tweetdeck e vivendo “sem vida pessoal”!
30আমি গভীরভাবে উপলব্ধি করি যে আমার অনেক এক্টিভিস্ট কার্যক্রম- যেমন নেটওয়ার্কিং ও যোগাযোগ কেন্দ্রিক কার্যক্রম আমার পেশাগত জীবনে সহায়ক ভূমিকা পালন করে।Falando sério, eu tenho ciência que muitas de minhas habilidades como ativista - especialmente nas áreas de networking e comunicação, são úteis em minha vida profissional.
31“পেশাগত পরিমণ্ডলে” আমার বর্ণনা অনুযায়ী আমাকে অনেক কিছুই আমার পক্ষে সাড়া প্রদান করে যা সত্যিই আমার মত মানুষকে প্রণোদিত করে।Na “esfera profissional”, muitas pessoas reagem de maneira cada vez mais favorável ao meu auto-retrato, que é muito verdadeiro em termos das coisas que me motivam e sobre que tipo de pessoa eu sou.
32এটা ব্যক্তি আমি ও পেশাগত আমিকে সমন্বয় করে।Os lados pessoal e profissional se reforçam mutualmente, se é que isso faz sentido.
33এটা তখনই সত্যি হয় যখন আমি আমার আগ্রহগুলোকে ম্যাপ করি।)(Isso ficou bem evidente quando eu “tracei” meus interesses.)
34জে এঃ তাহলে দুটো প্রশ্ন আপনার জন্য সত্যিকার অর্থে কী আপনাকে প্রণোদিত করে?JA: Duas perguntas então: o que lhe motiva de verdade?
35এবং বিভিন্ন ধরনের কাজে কি কি চ্যালেঞ্জ আপনি মোকাবেলা করেন?E quais desafios você enfrenta com tantas funções diferentes?
36জে জিঃ কি আমাকে প্রণোদিত করে?JG: O que me motiva?
37প্রথমতঃ অন্যান্য মানুষ!Antes de tudo, outras pessoas!
38আমি প্রগতিশীল ভালো মানুষদের সাথে কাজ করতে চাই, এছাড়া অন্যায়ের বিরুদ্ধে ক্রিয়াশীল, সৃজনশীল মানুষের সাথে কাজ করতে চাই।Quero trabalhar com gente dinâmica e de bem. Além de pessoas, uma combinação de reação contra injustiças, criatividade e vontade de estar no mundo.
39সাম্প্রতিক বিষয়, অকার্যকর শাসন ব্যবস্থা অথবা প্রকৃত জনগণের জন্য অকার্যকর শাসন ব্যবস্থা, প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনাকে ঝুঁকি নিতে বোঝানো এ সব কিছুই আমার কাছে চ্যালেঞ্জ বলে মনে হয়।Os desafios são lidar com exaustão, sistemas que não são eficientes ou feitos para pessoas de verdade, convencer gestores e instituições a correrem riscos.
40জে এঃ আপনি বলেছেন যে আপনি একজন খারাপ পর্যটক কিন্তু এটা ঠিক যে আপনি অনেক ভ্রমন করেন।JA: Você se diz que é uma péssima turista, mas ao mesmo tempo viaja um monte.
41এ বিষয়ে যদি কিছু বলেন।Fale um pouco sobre isso.
42জেজিঃ মূল কারন হল অর্থ বা সম্পদের জোগান এবং তার পর অভিজ্ঞতার জন্য তা ব্যয় করা!JG: A única razão para acumular dinheiro ou riqueza é para gastar em experiências!
43আমার নিজের কোন গাড়ি বাড়ি নাই, তেমন বেশি কিছু নাই।Eu não possuo casa, carro, não tenho quase nada.
44আমি কাজের জন্য ভ্রমন করি।Viajo um monte a trabalho.
45আমি ধীর গতির ট্রেনে ভ্রমণ করতেও ভালবাসি এবং দূর-দূরান্তের বন্ধুদের সাথে দেখা করতে পছন্দ করি।Mas também gosto de viagens lentas de trem e de visitar vários amigos meus que vivem em lugares remotos.
46জে এঃ আপনি কি আপনার ভ্রমণ অভিজ্ঞতা আমাদের জানাবেন?JA: Seria possível compartilhar algumas dessa fantásticas experiências de viagem conosco?
47জে জিঃ অনেক- বলতে গেলে একটা বই হয়ে যাবে!JG: São muitas - dariam um livro por si só!
48গত শীতে ক্যালিফোর্নিয়ায় আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে পশ্চিম টেক্সাসের ভ্রমণ বন্ধ করে আমি বন্ধুদের সাথে দেখা করার জন্য লস এঞ্জেলস থেকে ট্রেনে করে নিউ অরলিন্সে ভ্রমন করি।No inverno passado, fui de trem de Los Angeles a Nova Orleans, partindo da casa de minha família na Califórnia, parando por uns dois dias nas campinas do oeste do Texas e acabando na casa de amigos em Nova Orleans. Foi lenta, mágica, meditativa.
49এটা ছিল ধীর গতির, ঐন্দ্রজালিক ও ধ্যানমগ্ন এক সফর।Adoro espaços vazios, então o oeste do Texas foi um interlúdio perfeito.
50আমি ফাঁকা জায়গা পছন্দ করি কাজেই পশ্চিম টেক্সাস ছিল একটা চমৎকার যাত্রা বিরতি।Não há nada melhor que viajar sozinha por uma curta temporada, para depois chegar na casa de amigos ou parentes.
51পরিবার ও বন্ধুদের সাথে দেখা করার জন্য স্বল্প সময়ের একাকি ভ্রমণের মত আর কিছুই হতে পারে না, পরিশেষে দীর্ঘদিনের পুরোনো বন্ধুর সাথে দেখা করি। নিউ অর্লিন্স আমার কাছে অনেক কিছু।Em Nova Orleans eu finalmente consegui me reconectar com um amigo que havia perdido há tempos, então Nova Orleans teve um significado muito maior para mim após trabalhar e viajar pelo Brasil e outros lugares.
52এর আগে আমি ব্রাজিল ও অন্যান্য দেশে কাজ করি ও ভ্রমণ করি। এরপর আমি নিউ অর্লিন্সে জন্মগ্রহণ করা ৯৪- বছর বয়স্ক দাদাকে দেখতে যাই এবং এর পর দুদিন গাড়ি চালিয়ে আমি আমার জন্মস্থান সেন্ট লুইসে এসে টর্নেডো সতর্কতাকে ফাঁকি দিয়ে বাবার সাথে এ এম রেডিওতে লোক সঙ্গীত শুনতে শুনতে মায়ের হাতের রান্না করা রাতের গরম সুপ খেতে হাজির হই।Depois fui visitar meu avô, de 94 anos, que nasceu em Nova Orleans, e passei dois dias na estrada dirigindo até minha cidade natal, em St Louis, com meu pai, nos esquivando de alertas de tornados e ouvindo música country na rádio AM, chegando em casa a tempo de pegar a sopa quentinha de minha mãe no jantar.
53এ ধরণের ভ্রমণ আমার ভাল লাগে।É esse tipo de viagem que eu adoro.
54এ সব কিছু ছাড়াও বর্তমানে জ্যানেট তাঁর ব্যক্তিগত প্রকল্প: দি রিস্টার্ট প্রজেক্ট এ কাজ করছেন।Além de todas as coisas nas quais está trabalhando no momento, Janet ainda encontra tempo para trabalhar em um projeto pessoal: o Restart Project.
55নিচের এ ভিডিওটিতে এ প্রকল্প সম্পর্কে তিনি আলোচনা করেনঃEla fala sobre isso no vídeo a seguir:
56জ্যানেটকে আপনারা এখানে অনলাইন এ পাবেন এবং টুইটারেও (@জ্যানেটগুন্টার) পাবেন।Janet pode ser encontrada online aqui e também no Twitter (@JanetGunter).