Sentence alignment for gv-ben-20120608-27501.xml (html) - gv-por-20120606-32066.xml (html)

#benpor
1অং সান সু কির থাইল্যান্ড সফরAung San Suu Kyi Visita a Tailândia
2নোবেল বিজয়ী অং সান সু কি যখন সর্বশেষ মিয়ানমার ত্যাগ করেছিলেন রোনাল্ড রিগ্যান তখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।Ronald Reagan ainda era o presidente dos Estados Unidos na última vez em que a laureada com o Prêmio Nobel da Paz Aung San Suu Kyi saiu de Mianmar.
3সেটা ২৪ বছর আগের কথা।Isso foi há 24 anos.
4এই সপ্তাহে তিনি থাইল্যান্ড সফরে রয়েছেন যেখানে তিনি ব্যাংককে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে একটি বক্তৃতা দিয়েছেন।Na semana passada, ela viajou [en] para a Tailândia, onde discursou no Fórum Econômico Mundia em Bangkok.
5সু কির ঐতিহাসিক সফর সাথে সাথেই বিশ্বের সামাজিক মাধ্যমগুলোর নজর কেড়েছে।A visita histórica de Suu Kyi chamou a atenção da mídia mundial de imediato.
6এদিকে, নেট নাগরিকগণ থাইল্যান্ডে সু কির সফর পর্যালোচনা করতে #assk (আস্ক) হ্যাশট্যাগ ব্যবহার করছেন। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে সু কি।Netizens, por outro lado, utilizaram a hashtag #assk (abreviação de Aung San Suu Kyi) para acompanhar a viagem de Suu Kyi à Tailândia.
7ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ফ্লিকার পাতা থেকে ছবি
8@Juarawee (জুয়ারাউই) RT @JonahFisher: ব্যাংককের বাইরে হাজার হাজার জনতা অং সান সু কির পৌঁছানোর অপেক্ষায় রয়েছে।@Juarawee: RT @JonahFisher: Milhares de pessoas aguardam a chegada de #ASSK fora de Bangkok.
9ফুল।Flores.
10সঙ্গীত।Cantoria.
11এটি একটি উদযাপন।É uma comemoração.
12@sdmireland(এসডিমায়ারল্যান্ড) ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে অং সান সু কির জন্য দাঁড়িয়ে করতালি এবং আমি নিশ্চিত কণ্ঠ বাধাগ্রস্ত…@sdmireland: Aplausos de pé para #ASSK no #WEF (abreviação de Fórum Econômico Mundial, em inglês) e eu tenho certeza que muitos nós na garganta também… Suu Kyi no Fórum Econômico Mundial.
13@WattaneeNYY(ওয়াট্টান্যানী) “এটা সত্যি যে আমরা বাকি সবার পেছনে, কিন্তু তার মানে হল আমরা বাকি সবার ভুলগুলো থেকে শিখতে পারি।”Foto disponível no Flickr do evento @WattaneeNYY: “É verdade que estamos atrás de todos os outros, mas isso significa que podemos aprender com os erros deles.”
14#ASSK #WEF#ASSK #WEF
15@YossieBistro(ইয়োসিবিস্ট্রো) থাইল্যান্ডে অং সান সু কিকে স্বাগতম।@YossieBistro: Bem-vinda à Tailândia #ASSK.
16আপনার এখানে আসা শুধু একটি সফরই নয়।Tê-la aqui não é apenas uma visita.
17এটি অবশ্যই রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।É certamente um passo importante na história da política.
18@OliverLaceyHall(অলিভারল্যাসিহল) ২৪ বছর পর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে অং সান সু কিঃ “আমি সবসময়ই আলোর প্রতি আকৃষ্ট হয়েছি।@OliverLaceyHall: #ASSK no #WEF, sobre aterrissar em Bangkok após 24 anos: “Eu estava fascinada pelas luzes.
19বার্মার বিদ্যুৎ আইন প্রয়োজন”Mianmar necessita de uma política de energia”
20সু কি বিদ্যুৎহীন অবস্থার কথা বলেছেন যা গত সপ্তাহে মিয়ানমারের অনেক প্রধান শহরগুলোতে বিদ্যমান ছিল।Suu Kyi se refere aos blecautes que atingiram várias das principais cidades de Mianmar na semana anterior.
21বিদ্যুৎস্বল্পতার কারণে দেশটিতে কিছু শান্তিপূর্ণ মিছিল হয়েছে।A falta de energia desencadeou vários protestos pacíficos [en] no país.
22থাইল্যান্ডে সু কিকে বিশাল জনতার স্বাগতম।Multidão dá as boas-vindas para Suu Kyi na Tailândia.
23ছবি @seacorro এর সৌজন্যেFoto por @seacorro
24সু কি থাইল্যান্ডে বসবাসকারী ৩০০,০০০ অভিবাসীর একটি শহর ভ্রমণ করেছেন, যাদের বেশিরভাগই মিয়ানমার থেকে আগত।Suu Kyi visitou uma cidade na Tailândia, onde 300 mil migrantes [en], a maioria de Mianmar, estão vivendo.
25অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা তার বক্তৃতা শোনার অপেক্ষায় ছিলঃMuitos esperaram horas para ouvir seu discurso:
26@newley(নিউলি) সামুট সাখনের আবহাওয়া তীব্র ছিল, যেখানে অং সান সু কি সকালে মিয়ানমার থেকে আগত অভিবাসীদের সাথে কথা বলেছেন, @Anasuya (আনাসুইয়া) আমাকে বলেছেন।@newley: A atmosfera estava elétrica em Samut Sakhon, onde Aung San Suu Kyi falou para migrantes de Mianmar pela manhã, @Anasuya me conta.
27@JonahFisher(জোনাহফিশার) ২৪ বছরে বার্মার বাইরে প্রথম সকাল সবচেয়ে দরিদ্র ও প্রতিবাদী কাউকে নির্বাচন করেছে।@JonahFisher: É sua primeira manhã fora de Mianmar em 24 anos e ela escolhe passá-la com alguns dos mais pobres e desesperados.
28তিনি অং সান সু কি।Esta é Aung San Suu Kyi.
29Thai InnoMemes (থাইউনোমেমস) “আনন্দ!!!”Thai InnoMemes: ”Parabéns!!!” ….
30…গণতান্ত্রিক নেত্রী অং সান সু কি দুই দশকেরও বেশি সময় পর থাইল্যান্ডে মিয়ানমারের অভিবাসী কর্মীদের সাথে সাক্ষাতের জন্য তাঁর প্রথম ঐতিহাসিক সফর করলেনA líder democrática Aung San Suu Kyi começou sua primeira viagem internacional em mais de duas décadas com uma visita aos trabalhadores migrantes de Mianmar na Tailândia
31@tonravee(টনরাভী) তিনি বলেন মিয়ানমারে এমন অবস্থা সৃষ্টি করাই মূল লক্ষ্য যেখানে আমাদের অভিবাসী কর্মীরা আমাদের দেশে ফিরে আসতে পারে ও শান্তিতে কাজ করতে পারে।@tonravee: Ela disse que o principal objetivo é criar uma situação em Mianmar na qual os nossos trabalhadores migrantes possam regressar e trabalhar pacificamente no próprio país.
32@ThanongK(থানঙ্গক) RT @wayne_hay(ওয়েইন_হে): অং সান সু কি কমিউনিটি সেন্টারে পৌঁছানোর পর বিশৃঙ্খল অবস্থা ছিল।@ThanongK: RT @wayne_hay: Cenas de caos em Samut Sakhon enquanto #ASSK chegava ao centro comunitário.
33তাকে ধাক্কা ও ঠেলে দেয়া হয়েছিল।Ela sofreu cotoveladas e empurrões.
34সু কি একটি সংসদ আসন জিতেছেন এবং তাঁর দলও জনমত পরিবর্তন জরিপে জিতেছে।Suu Kyi conquistou um assento no Parlamento neste ano e seu partido também conseguiu [en] atingir uma vitória arrasadora nas urnas.
35গত বছর নিষেধাজ্ঞা থেকে সু কির মুক্তি এবং মূলধারার রাজনীতিতে তাঁর অংশগ্রহণ অনেকের মনেই মিয়ানমারে পরিবর্তনের জন্য তাঁকে প্রতিশ্রুতিবদ্ধ নেত্রী হিসেবে ভাবিয়ে তুলেছে।A libertação [en] de Suu Kyi da detenção no ano passado e sua participação na vida política são saudadas por muitos como indicadores promissores das reformas que vêm ocorrendo em Mianmar.