Sentence alignment for gv-ben-20150225-47430.xml (html) - gv-por-20150414-58177.xml (html)

#benpor
1ইরাক কি ফেসবুকে বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছে?O Iraque está restringindo o livre discurso no Facebook?
2ইরাকি বিচার বিভাগীয় মুখপাত্র আবদেল সাতের আল বায়রাকদার গতকাল একটি সংবাদ বিজ্ঞপ্তি শেয়ার করেছেন।Este artigo foi originalmente publicado no site Social Media Exchange
3সেখানে বলা হয়েছে, ফেসবুকে কারও বিরুদ্ধে মানহানিকর বিবৃতি দেয়া এবং অপমান করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। আর ফেসবুককে এখন থেকে একটি প্রচার মাধ্যম মঞ্চ হিসেবে বিবেচনা করা হবে।O porta voz do poder judicial, AbdelSater El Bayrakdar, divulgou por meio da imprensa no dia 8 de fevereiro que calúnias e insultos realizados no Facebook são delitos puníveis, e que o Facebook será considerado de agora em diante como uma plataforma de comunicação.
4এই বিবৃতি অনুযায়ী, ইরাকি শাস্তি প্রদান বিধির (১৯৬৯ থেকে ১১১ নম্বর) অনুচ্ছেদ ৪ থেকে নতুন এই নীতির সত্যতা প্রতিপাদিত হয়। এই অনুচ্ছেদে বলা হয়েছে, মানহানি মামলায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদন্ড এবং সর্বোচ্চ ১০০ দিনার জরিমানা আদায়ের বিধান রয়েছে।A justificativa para esta nova política, segundo esta declaração, está embasado no artigo quatro do Código Penal Iraquiano (número 111 de 1969), onde regulamenta que o insulto é penalizado com no máximo um ano de prisão e uma multa de até 100 dinares.
5দিনারের বর্তমান মূল্য সমন্বয় করে এই জরিমানা অর্থের পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ দিনার অর্থাৎ প্রায় ৪ হাজার ৬ শত মার্কিন ডলারের সমপরিমাণ করা হতে পারে।Com o valor da moeda corrente, provavelmente o valor seja atualizado para mais de 500,000 dinares, equivalente a $460 dólares.
6সাংবাদিক ইমাদ আল শারা বলেছেন, এর আগেও বিভিন্ন জনকে অনলাইনে মানহানির অভিযোগে আদালতে তলব করা হয়েছে, তবে বেশিরভাগ মামলার ক্ষেত্রেই অভিযোগকারী এবং অভিযুক্ত পক্ষের মাঝে মীমাংসার মাধ্যমেই মামলার নিষ্পত্তি হয়েছে।Em situações anteriores pessoas foram conduzidas a presença da justiça por delitos de difamação online, afirma o jornalista Emad El Sharaa. No entanto, a maioria destes casos foram resolvidos entre as partes envolvidas.
7ইরাকে একটি বেনামী সূত্র পরামর্শ দিয়েছে যে রাজনৈতিক দলগুলোর মাঝে অনলাইন যুদ্ধ তীব্রতর হওয়া এবং গত সপ্তাহে ভিন্নমতাবলম্বী জর্ডানিয়ান বিমান চালক মুয়াথ আল-কাসাসবেহের মৃত্যদন্ড কার্যকর করার সময় থেকে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতেই হয়তোবা নতুন এই নীতি প্রণয়নকে উদ্বুদ্ধ করেছে।Uma fonte anônima no Iraque sugeriu que o aumento de conflitos entre os partidos políticos e as seitas, que surgiram a partir da execução do piloto jordaniano Muath al-Kasasbeh em fevereiro, poderia ser um dos motivos para esta posição.
8এটি অনলাইন সামাজিক উত্তেজনা প্রশমিত করার একটি প্রচেষ্টা। সূত্রটি আরও বলেছে, এ ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি।Esta é uma tentativa para diminuir a tensão social online; uma tentativa que provavelmente fracassará, acrescenta.
9শারা এবং অন্যান্যরা, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জন্য ইরাকি নেটওয়ার্ক উদ্বেগ প্রকাশ করেছে যে এ ধরনের সিদ্ধান্ত ইরাকে অনলাইন বাক স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে দিতে পারে।Sharaa e outros, como Iraque Network for Social Media (Rede Iraquiana de meios sociais), temem que esta decisão implique no aumento de restrições sobre a liberdade de expressão online no Iraque.