Sentence alignment for gv-ben-20131014-39487.xml (html) - gv-por-20131019-47615.xml (html)

#benpor
1জিভি অভিব্যক্তিঃ ব্রাজিলে উন্মুক্ত ইন্টারনেটের জন্য যুদ্ধGV Face: a luta por uma Internet mais livre no Brasil
2আপনি কি ইন্টারনেটে বাক স্বাধীনতা সমর্থন করেন?Você se importa com a liberdade de expressão na Internet?
3অনলাইনে আপনার গোপনীয়তা কতটুকু?E com a sua privacidade online?
4আপনার এই অধিকারগুলোকে হুমকিতে না ফেলে বরং রক্ষা করতে সরকার যদি একটি আইন পাশ করে তাহলে কেমন হবে?E se os governantes resolvessem aprovar uma lei capaz de proteger direitos - em vez de ameaçá-los?
5ব্রাজিলিয়ান ডিজিটাল অধিকার আইনজীবী মার্কো সিভিল ডা ইন্টারনেট নামের একটি আইন পাসের জন্য বছরের পর বছর ধরে কাজ করা যাচ্ছেন, যেটি ইন্টারনেটে মানুষের মূল অধিকার ও স্বাধীনতাসমূহকে রক্ষা করবে।Militantes brasileiros pelos direitos digitais têm trabalhado há anos pela aprovação do Marco Civil da Internet, uma lei singular, voltada à proteção de importantes direitos e liberdades na Internet.
6মার্কিন সরকারের নজরদারি প্রোগ্রাম এই ইস্যুতে নতুন গতি এনেছে, যখন সুশীল সমাজ এমনকি ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রউসেফের কাছে থেকেও এ ব্যাপারে সমর্থন পাওয়া গেছে।Os programas de espionagem norte-americanos deram novo fôlego à discussão sobre o Marco Civil, aglutinando o apoio da sociedade civil e até mesmo da Presidente brasileira, Dilma Roussef.
7এই সপ্তাহের জিভি অভিব্যক্তিতে আমাদের এডভোকেসী সম্পাদক ইলেরি বিদ্দেল(@ইলেরিবিদ্দেল) এই বিষয়ে নেতৃস্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে জিভি লেখক রাফায়েল সাভকো (@সাভকো), ক্যারোলিনা রুসিনি (@ক্যারোলিনারুসিনি) এবং বিলটির একজন মূল উত্থাপক জোয়ানা ভেরন (@জোয়ানা_ভেরন) অংশগ্রহণ করেন।No GV Face de 11 de outubro, a editora do Advocacy Ellery Biddle (@ellerybiddle) conversou com importantes especialistas em matéria de Internet, incluindo o autor do GV Raphael Tsavkko @Tsavkko, Carolina Rossini (@carolinarossini) e Joana Varon (@joana_varon), uma das idealizadoras do Marco Civil da Internet.
8Para mais links e comentários, confira a página do evento no Google+ [en].