# | ben | por |
---|
1 | বাহরাইন: আব্দুলহাদি আলখাওয়াজা কোথায়? | Bahrein: Onde está Abdulhadi Alkhawaja? |
2 | কিছু দিন ধরে ৮ই ফেব্রুয়ারি থেকে অনশন-ধর্মঘটে থাকা কারারুদ্ধ বাহরাইনের মানবাধিকার এক্টিভিস্ট এবং বিরোধীদলীয় নেতা আব্দুলহাদি আলখোয়াজার কোন খবর নেই। | Há alguns dias não se tem notícia do ativista pelos direitos humanos e líder da oposição baremense, Abdulhadi Alkhawaja, que se encontra preso e estava em greve de fome [en] desde o dia 8 de fevereiro de 2012. |
3 | যাবজ্জীবন কারাদণ্ডে গতবছরে দণ্ডিত আলখোয়াজাকে হয়তো আটক অবস্থায় শারীরিক এবং যৌন নির্যাতন করা হচ্ছে এবং হয় তাকে জোর করে খাওয়ানো হচ্ছে অথবা তিনি গুরুতর অবস্থায় রয়েছেন বলে আশংকা করা হচ্ছে। | Teme-se que Alkhawaja [en], sentenciado à prisão perpétua desde o ano passado [en] e submetido, declaradamente, à tortura física e sexual enquanto em detenção, esteja agora ou sendo alimentado à força ou em condição crítica de saúde. |
4 | অনশন-ধর্মঘট: | Greve de Fome |
5 | ৮ই ফেব্রুয়ারী একটি অনশন-ধর্মঘট শুরু করে আলখাওয়াজা পরিষ্কার করে দেন যে তার মুক্তি না হওয়া পর্যন্ত তিনি থামবেন না। | No dia 8 de fevereiro, Alkhawaja iniciou uma greve de fome e deixou claro que não a interromperia enquanto não fosse libertado. |
6 | তার পরিবারের মতে তিনি তাদেরকে তার মৃত্যু মেনে নেয়ার জন্যে প্রস্তুত করছেন। | De acordo com sua família, ele os vinha preparando para aceitar sua morte. |
7 | ২৩শে এপ্রিল থেকে আলখাওয়াজা পরিবারের কাছে তার সম্পর্কে কোন খবর নেই এবং কর্তৃপক্ষ দেখা-সাক্ষাতের অনুরোধগুলো প্রত্যাখ্যান করছে। | Desde o dia 23 de abril, a família de Alkhawaja não recebe notícias dele [en], e solicitações para visitá-lo foram negadas pelas autoridades. |
8 | সরকারের কাছ থেকে অনতিবিলম্বে উত্তরের দাবিতে হাজার হাজার মানুষ হ্যাশট্যাগ #আলখোয়াজাকোথায় ব্যবহার করে টুইট করছেন। | A preocupação cresce, e milhares têm tuitado usando a hashtag #WhereIsAlKhawaja [en] [OndeEstáAlkhawaja, em inglês], exigindo uma resposta imediata por parte do governo. |
9 | ফ্রন্টলাইনডিফেন্ডা্রসসহ সারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা আলখাওয়াজা সম্পর্কে তথ্যের আহ্বানের সঙ্গে যোগদান করেছে। | Organizações dos Direitos Humanos ao redor do mundo, incluindo a Front Line Defenders [en] [Defensores de Linha de Frente, em inglês], uniram suas chamadas por informações sobre Alkhawaja. |
10 | খাদিজার ভালবাসার টুইট: | Os tweets amorosos de Khadija |
11 | আব্দুলহাদি আলখাওয়াজা এবং তার স্ত্রী খাদিজা আলমুসাভি। | Abdulhadi Alkhawaja e sua esposa Khadija Almousawi. |
12 | খাদিজা আলমুসাভি'র টুইটার অবতার (@তুবলানি২০১০)। | Avatar no Twitter de Khadija Almousawi (@tublani2010). |
13 | আলখাওয়াজার স্ত্রী খাদিজা আলমুসাভি তার স্বামীর উদ্দেশ্য বার্তা পাঠানোর জন্যে তার টুইটার একাউন্ট (@তুবলানি২০১০) ব্যবহার করেন। | Khadija Almousawi, esposa de Alkhawaja, faz uso de sua conta no Twitter (@tublani2010) para enviar mensagens endereçadas a seu marido. |
14 | একটি টুইটে তিনি @এংরিএরাবিয়া হিসেবে টুইট করা এবং পিতার জন্যে এক-নারী বিক্ষোভের পর বর্তমানে আটক তার মেয়ে জায়নাবের কথা উল্লেখ করেন: | Em um tweet, ela faz menção a sua filha Zainab, que tuíta como @angryarabiya e se encontra, no momento, detida depois de seu protesto solitário a favor do pai: |
15 | @তুবলানি২০১০: প্রিয় হাদি, আজ আমাদের ডাইনিং টেবিল প্রসারিত করার প্রয়োজন নেই। | Querido Hadi, Hoje não tivemos necessidade de abrir nossa mesa de jantar. |
16 | পরিবার সঙ্কুচিত হয়েছে। | a família encolheu. |
17 | জায়নাব জেলে আছে। | Zainab está na cadeia. |
18 | তোমার অনুপস্থিতি এবং অভাব অনুভব করছে। | Você está ausente e fazendo falta também. |
19 | অন্যান্য টুইটে তিনি বলেন: | Em outros tweets ela diz: |
20 | @তুবলানি২০১০: প্রিয় হাদি, (সরকারী) কর্মকর্তারা আমাকে বলছে যে তুমি ভাল আছ। | Querido Hadi, ouço autoridades do governo dizerem que você está bem. |
21 | কিন্তু আমার এটা তোমার কাছ থেকে শোনা দরকার। | Mas preciso ouvir isto de você. |
22 | তুমি কখনো মিথ্যা বলো না। | Você nunca mente. |
23 | তারা সবসময় বলে। | Eles sempre mentem. |
24 | তুমি কেন আমাকে ফোন করো না? | Por que você não me telefona? |
25 | @তুবলানি২০১০: প্রিয় স্বামী: তুমি যেখানেই থাক না কেন, তোমার বিছানা থেকেই স্বাধীনতার জন্যে যুদ্ধ চালিয়ে যাও। | Querido Marido: Continue sua luta por liberdade de sua cama onde quer que esteja. |
26 | যদি তুমি এখনো এখানে থেকে থাক। | Se você ainda se encontra aqui. |
27 | @তুবলানি২০১০: প্রিয় হাদি, আমি ১০০% তোমার পাশে থাকব এবং আমি ১০০% তোমাকে সমর্থন করব। শুধু তোমার অভাব অনুভব করছি। | Querido Hadi, Eu defendo você 100% e continuarei a dar apoio a você 100%, eu apenas sinto sua falta. |
28 | তোমার হাসি, তোমার দয়ার অভাব অনুভব করছি | Sinto saudades de seu sorriso, sinto falta de sua bondade. |
29 | বাহরাইনী সংহতি অনেক বাহরাইনী এমনকি এর আগে জায়নাব আলখোয়াজাকে নিয়ে তর্ক করা সুহাইল আলগোসাইবি'র মতো ব্লগাররাও আলখাওয়াজার অবস্থা সম্পর্কে তাদের আশংকা ব্যক্ত করেছেন: | Solidariedade Baremense Muitos baremenses temem pelo estado de saúde de Alkhawaja, mesmo aqueles, como o blogueiro Suhail Algosaibi, que previamente haviam discutido com Zainab Alkhawaja [en]: |
30 | @সুহাইলআলগোসাইবি: আব্দুলহাদি মারা গেলে সেটা #বাহরাইনের জন্যে একটি দুর্যোগ হবে। | Se Abdulhadi morrer será um desastre para #bahrain. |
31 | #আলখোয়াজাকোথায় | #OndeEstáAlKhawaja |
32 | বাহরাইনী কার্টুনশিল্পী আলী আল বাজ্জাজ আলখাওয়াজা সম্পর্কে অনেকগুলো কাজ করেছেন এবং গান্ধী এবং ম্যান্ডেলার সঙ্গে আলখাওয়াজাকে দেখানো নিচের কাজটি পুন:টুইট হয়েছে ব্যাপকভাবে। | O cartunista baramense Ali Al Bazzaz criou uns tantos trabalhos sobre Alkhawaja e este abaixo, que mostra Alkhawaja com Gandhi e Mandela, foi amplamente retuitado. |
33 | গান্ধী এবং ম্যান্ডেলার সঙ্গে আলখাওয়াজা। | Alkhawaja com Gandhi e Mandela. |
34 | ছবি @বাজ্জাজ৩২ | Imagem de @bazzaz32 |
35 | জোর করে খাওয়ানো? | Alimentado à força? |
36 | নির্বাসিত জীবন যাপন করা আব্দুলহাদির আরেকটি মেয়ে মারিয়াম আলখাওয়াজা তার আশংকা ব্যক্ত করেছেন যে হয় তার পিতার অবস্থা গুরুতর নয় তো তাকে জোর করে খাওয়ানো হচ্ছে। | Maryam Alkhawaja, outra das filhas de Abdulhadi que mora no exílio, demonstra seu temor [en] quanto a seu pai estar ou em condições deploráveis de saúde ou estar sendo alimentado à força. |
37 | তিনি বলেন, “আমি জানি যে আমার বাবার স্বেচ্ছায় কোন কিছুই পান করবেন অথবা খাবেন না, যদি না তাকে তারা জোর করে কিছু একটা দেন।” | Ela disse, “Sei que meu pai não iria, de vontade própria, beber ou comer qualquer coisa; sendo assim, se ele está ingerindo alguma coisa, só pode ser à força.” |
38 | বাহরাইনের প্রধানমন্ত্রীর একটি সাম্প্রতিক সাক্ষাৎকার আলখাওয়াজার পরিস্থিতির উপর বিতর্কে ঘৃতাহুতি দিয়েছে। | O debate sobre a situação de Alkhawaja foi ainda mais impulsionado por uma recente entrevista [en] com o primeiro ministro do Bahrein. |
39 | তিনি বাহরাইনের বিক্ষোভকারীদেরকে সন্ত্রাসী অভিহিত করে, বাহরাইন সংক্রান্ত বিষয়ে পাশ্চাত্য হস্তক্ষেপ সহ্য না করার উপর জোর দিয়ে বলেন যে আলখাওয়াজা ভাল আছেন এবং তরল (খাদ্য) গ্রহণ করছেন। | Ele chamou os manifestantes no Bahrein de terroristas, afirmou que não iria tolerar interferência do Ocidente nos assuntos do Bahrein e disse que Alkhawaja está bem e está ingerindo líquidos. |