# | ben | por |
---|
1 | তুরস্ক: সোশ্যাল মিডিয়ায় অকুপাই গেজি'র নির্ঘন্ট | Turquia: Cronologia do #OccupyGezi nas redes sociais |
2 | পোস্টটি লেখকের মূল ব্লগ আজাডুলতে দেখা যাবে। | Este artigo foi publicado originalmente no blogue do autor, Azadolu [en/tr]. |
3 | ২০১৩ সালের ১০ এপ্রিল তারিখে তুরস্কের টুইটার জগতে #ayagakalk (আয়াগাকাল্ক) হ্যাশট্যাগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। | |
4 | এর মানে হলো “রুখে দাঁড়াও”। এই আহবান এসেছিল একটি ছোট্ট আন্দোলনকারী দল থেকে। | No dia 10 de Abril de 2013, uma hashtag na “twittosfera” turca proclamava #ayagakalk (“levanta-te”). |
5 | তারা তাসকিম স্কোয়ারের গেজি পার্ক বাঁচানোর জন্য এই আহবান জানিয়েছিল। সেখানে পার্ক তুলে দিয়ে শপিং মল বানানোর কাজ চলছিল। | O apelo veio de um pequeno grupo de activistas que tentava preservar o parque existente na Praça Taksim, Parque Gezi, contra o projecto de construção de um centro comercial na zona. |
6 | তখন পর্যন্ত কেউ-ই আশা করেনি, এই ছোট্ট ঘটনাই তুরস্কের ইতিহাসে এই বৃহৎ প্রতিবাদের জন্ম দিবে। | Ninguém esperava que este pequeno incidente se viesse a tornar no maior protesto na história republicana do país. |
7 | ১০ এপ্রিলের ঘটনার প্রতিবাদ করতেই রাজপথে নেমেছেন টুইটার ব্যবহারকারী এজগি মেদ্রান। তিনি ১৩ এপ্রিল পার্ক বাঁচানোর জন্য সবার স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামেন: | Nas palavras do utilizador do Twitter Ezgi Medran [tr], que no dia 10 de Abril tentava recolher assinaturas para o protesto inicial, marcado para 13 de Abril: |
8 | তাকসিম গেজি পার্ক বাঁচাতে আপনার স্বাক্ষর প্রয়োজন! | @egedenizz Precisamos das vossas assinaturas para salvar o Parque Taksim Gezi! http://taksimicinayagakalk.com/ #ayagakalk @ayagakalktaksim |
9 | ১৩ এপ্রিলে প্রতিবাদ কর্মসূচী শুরু হয় অনেকটা উত্সবের আমেজে। | Os protestos começaram como festival no dia 13 de Abril. |
10 | পরিবেশ আন্দোলনকর্মী বরিস জেন্সার বায়কান লিখেন: | O activista ambiental Barış Gençer Baykan [tr] escreveu: |
11 | তাসকিম গেজি পার্কে হাজার হাজার বিক্ষোভকারী প্রতিবাদে ফেটে পড়েছেন। | @yesilgundem Milhares estão a proteger o Parque Taksim Gezi #ayagakalk @ayagakalktaksim pic.twitter.com/X6dek5HvnG |
12 | হাজার হাজার বিক্ষোভকারী তাসকিম গেজি পার্কে জমায়েত হয়েছেন। | Milhares de pessoas reunidas no Parque Taksim Gezi. |
13 | টুইটারে ছবি শেয়ার করেছেন @yesilgundem | Imagem partilhada no Twitter por @yesilgundem |
14 | এই সময়ে বিক্ষোভকারীদের সাথে আইন-শৃঙ্খলাবাহিনীর কোনো ধরনের সংঘর্ষ হয়নি। | Na altura, não se tinham registado ainda quaisquer confrontos entre as forças de segurança e os manifestantes. |
15 | মে মাসের ২৭ তারিখে একই কারণে অন্য একটি বিক্ষোভ সংঘটিত হয়। | No dia 27 de Maio teve lugar outro protesto pelos mesmos motivos. |
16 | এদিন কিছু বিক্ষোভকারী নির্মাণকর্মীদের সরিয়ে দিয়ে গেজি পার্ক দখল করে নেয়। | Dessa vez, alguns activistas ocuparam o Parque Gezi para bloquear os trabalhadores da construção. |
17 | সোশ্যাল মিডিয়া টিম 140journs টুইটারে আন্দোলনের একটি ছবি শেয়ার করে। সেখানে বলা হয়েছে: | A equipa 140journs [tr] partilhou uma imagem dos activistas com estas palavras: |
18 | তাসকিম গেজি পার্ক ভাঙ্গার কাজ সত্ত্বেও গত রাতে আন্দোলনকারীরা সেখানে পাহারা দিয়েছে। | @140journs Existem patrulhas desde ontem à noite no Parque Taksim Gezi apesar das obras de demolição. |
19 | গেজি পার্কে আন্দোলনকারীর তাঁবু গেড়ে বসেছে। | #ayagakalk pic.twitter.com/1ZVUpkgxkX Manifestantes acampam no Parque Gezi. |
20 | ছবি কৃতজ্ঞতা: @140journos | Fotografia: @140journos |
21 | দুটো ঘটনা ঘটার পরে আন্দোলন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। | A situação começou a ficar descontrolada depois de dois incidentes que se tornaram virais nas redes sociais. |
22 | প্রথম ঘটনাটি হলো, অজ্ঞাতপরিচয় এক নারীর ওপর পুলিশের কাঁদানো গ্যাস হামলা। ছবিটি তোলেন রয়টার্সের ফটোগ্রাফার ওসমান ওরসাল। | O primeiro foi a imagem de uma manifestante desarmada atacada com gás lacrimogéneo pela polícia, tirada por Osman Orsal, fotógrafo da agência Reuters. |
23 | পরেরটি ছিল পুলিশের আন্দোলনকারীদের তাঁবু পুড়িয়ে দেয়া। | Mais tarde, numa operação de madrugada, a polícia incendiou as tendas dos activistas. |
24 | ইউটিউবে তাঁবু পুড়িয়ে দেয়ার ভিডিওটি রয়েছে। | O incidente ficou registado no YouTube. |
25 | এই দুই ঘটনার পরেই টুইটারে জনপ্রিয় #direngeziparki হ্যাশট্যাগ চালু হয়। এর অর্থ হলো গেজি পার্ক প্রতিহত করো। | A popular hashtag transformou-se em #direngeziparki (“resiste Parque Gezi”) e seguiu-se um crescente apoio aos protestos. |
26 | আন্দোলনকারীরা প্রতিবাদ কর্মসূচী সমর্থন জানিয়ে এই হ্যাশট্যাগ অনুসরণ করেন। | |
27 | আন্দোলনকারীদের সাথে সংহতি জানাতে এগিয়ে এসেছেন তুরস্কের তারকা অভিনেতা মামেত আলী অ্যালাবোরা। | |
28 | সেলিব্রেটি হিসেবে তিনিই প্রথম অভিনেতা, যিনি আন্দোলনকারীদের সাথে একাত্মা জানান। | O actor turco Memet Ali Alabora estava no parque e foi uma das primeiras celebridades a aderir activamente à resistência. |
29 | তিনি তার টুইটার অ্যাকাউন্টে বলেন: | Na sua conta do Twitter [tr], afirmou: |
30 | বন্ধুরা, এটা শুধুমাত্র গেজি পার্কের বিষয় নয়। | @memetalialabora Isto não é apenas sobre o Parque Gezi, meu amigo, ainda não percebes? |
31 | আপনারা এখনও কেন জেগে উঠছেন না? | Vem, vamos embora. |
32 | এখানে চলে আসুন। | #direngeziparkı |
33 | পুলিশ আন্দোলনকারীদের ওপর কাঁদানো গ্যাস এবং জল কামান নিক্ষেপ করে। | A polícia começou a atacar os manifestantes com gás lacrimogéneo e canhões de água. |
34 | পুলিশ ব্যাপকভাবে কাঁদানো গ্যাস ছোঁড়ে। | A quantidade de gás usada foi excessiva. |
35 | আন্দোলনকারীদের শরীর লক্ষ্য করে কাঁদানো গ্যাস ছোঁড়া হয়। | |
36 | টুইটার ব্যবহারকারী অ্যালপের ওরাককি তাসকিম স্কোয়ারের সবচেয়ে বড়ো রাস্তা ইশতিক্লাল ক্যাডেসি-তে পড়ে থাকা অসংখ্য কাঁদানো গ্যাসের ক্যাপসুলের ছবি শেয়ার করেন: | |
37 | কাঁদানো গ্যাসের ক্যাপসুল! আন্দোলনকারীদের ওপর ব্যবহৃত বিপুল পরিমাণ কাঁদানো গ্যাসের ক্যাপসুল। | Testemunhas no local relataram que a polícia fazia pontaria aos corpos dos manifestantes quando atirava os cartuchos de gás. |
38 | টুইটারে ছবি শেয়ার করেছেন @alperorakci রয়টার্সের ফটো সাংবাদিক ওসমান ওরসাল কাঁদানো গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন। | No Twitter, o utilizador Alper Orakci [tr] partilhou a quantidade incrível de cartuchos de gás lacrimogéneo na Istiklal Caddesi, a maior rua da Praça Taksim: |
39 | উল্লেখ্য, ওসমান লাল জামা পরিহিত নারী বিক্ষোভকারীর আইকনিক ছবিটি তুলেছিলেন। | @alperorakci Cartuchos de gás lacrimogéneo! pic.twitter.com/pEmVk9ZBcY |
40 | তুরস্কে ব্লুমবার্গের ব্যুরো প্রধান বেনজামিন হার্ভে লিখেছেন: | Quantidade excessiva de gás lacrimogéneo usado para dispersar os manifestantes. |
41 | @BenjaminHarvey ওসমান ওরসাল, ফটো সাংবাদিক। | Fotografia partilhada no Twitter por @alperorakci |
42 | গতকাল ইস্তাম্বুলে তিনি এই ছবিটি তুলেছেন: http://bit.ly/11GaGa1 আজকে তার অবস্থা এই: pic.twitter.com/8aU1vRZGjX | Osman Orsal, o fotógrafo da Reuters que tirou a fotografia emblemática da manifestante vestida de vermelho, foi ferido por um cartucho de gás. |
43 | ওসমান ওরসাল কাঁদানো গ্যাসে আহত হয়েছেন। | Benjamin Harvey [en], chefe de delegação da agência Bloomberg na Turquia, escreveu: |
44 | সূত্র: pic.twitter.com/8aU1vRZGjX | @BenjaminHarvey Osman Orsal, fotógrafo. |
45 | আন্দোলনকারীরা ফেসবুক এবং টুইটারকে কেন্দ্র করে সংগঠিত হয়েছেন। মূলধারার পত্র-পত্রিকা পুরোপুরিই নিশ্চুপ ছিল। | Esta é uma das fotografias que tirou ontem em Istambul: http://bit.ly/11GaGa1 Este é ele, hoje: pic.twitter.com/8aU1vRZGjX |
46 | আন্দোলনকে তারা অগ্রাহ্য করেছেন। | Osman Orsal ferido por um cartucho de gás lacrimogéneo. |
47 | তাই মূলধারার পত্র-পত্রিকার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া ছিল ব্যাপক। | |
48 | টুইটার ব্যবহারকারী ফারুক এরমান একটি ছবি শেয়ার করেন, যেখানে তুরস্কের মূলধারার পত্র-পত্রিকার নীরবতার বিষয়টির উল্লেখ ছিল: | |
49 | দেখুন, এখন টিভি চ্যানেলগুলো কী প্রচার করছে। | Fonte: pic.twitter.com/8aU1vRZGjX |
50 | আন্দোলন চলার সময়ে টেলিভিশন চ্যানেলগুলোর চিত্র। সূত্র: pic.twitter.com/DsfhVnz0CZ | Benjamin Harvey [en] exasperou-se com a CNN-Turquia por exibir um documentário sobre pinguins durante os confrontos: |
51 | সংঘর্ষ চলাকালে সিএনএন-তুর্ক চ্যানেলে পেঙ্গুইনের ওপর তথ্যচিত্র প্রচার করায় অতিশয় ক্ষুদ্ধ হয়েছেন: | |
52 | @BenjaminHarvey সত্যিই, সিএনএন-তুর্ক পেঙ্গুইনের ওপর শো প্রচার করছে। | @BenjaminHarvey A sério, a CNN-Turquia está a exibir um programa sobre pinguins. |
53 | তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সমর্থকরা সংঘর্ষের জন্য আন্দোলনকারীদের দায়ী করেছেন। টুইটারে তারা #oyunagelmeturkiyem হ্যাশট্যাগের অধীনে মন্তব্য করেছেন। | Os apoiantes do AKP (Partido da Justiça e do Desenvolvimento), o partido do governo na Turquia, culparam os manifestantes pelos confrontos, comentando no Twitter com a hashtag #oyunagelmeturkiyem (“não te deixes enganar, Turquia”). |
54 | এর মানে হলো, তুরস্ক, ফাঁদে পা দিয়ো না। | O utilizador Canan Kumas [en] escreveu: |
55 | টুইটার ব্যবহারকারী ক্যানান কুমাস লিখেছেন: | |
56 | @Canan_Hasret তায়েপ এরদোগান কিছুই করেননি। | |
57 | তবে বিগত কয়েক বছর ধরে উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন তারা একটি পার্কের জন্য তার অপসারণ চায়। | @Canan_Hasret Tayyip não tem feito outra coisa senão ajudar o país a crescer nos últimos anos e agora querem destituí-lo por causa de um parque #oyunagelmetuerkiyem |
58 | #oyunagelmetuerkiyem অনেকে তুরস্কের আন্দোলনকে আরব বসন্তের সাথে তুলনা করেছেন। | Refutando comparações entre a Turquia e a Primavera Árabe, outro utilizador, Bunyamin Hakimoglu [en], disse: |
59 | তবে এর বিরোধীতা করে বনিআমিন হাকিমুলু বলেছেন: | @Benj_Kobsch Não imaginem uma Primavera na Turquia. |
60 | @Benj_Kobsch আন্দোলনকে তুরস্ক বসন্ত ভাববেন না। | O governo é eleito com uma eleição democrática. |
61 | সরকার ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন। | |
62 | এই পার্থক্য সম্পর্কে সতর্ক থাকুন! | Percebam a diferença! |
63 | #OyunaGelmeTürkiyem | #OyunaGelmeTürkiyem |
64 | অন্যদিকে, ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যেও নানা ধরনের সমালোচনা রয়েছে। | Por outro lado, também houve algumas críticas entre os seus apoiantes. |
65 | যেমন, দলের সিনেটর এবং সংস্কৃতি ও পর্যটন বিষয়ক সাবেক মন্ত্রী এলতুগরুল গুনাই আন্দোলনকালীদের ওপর জোর-জুলুমের রাজনীতি করায় ক্ষুদ্ধ হয়েছেন: | Por exemplo, Ertugrul Gunay, senador do AKP e ex-ministro da cultura e do turismo, enfureceu-se com as ferozes políticas do seu partido contra os manifestantes: |
66 | ইস্তাম্বুলের বিজয় বার্ষিকীর সময়ে একটি শপিং মল নির্মাণের জন্য যারা ৭৫ বছর বয়সী গাছ কাটে, তারা হয় সুলতানাত, নয় ঈশ্বরের আদেশ বুঝতে পারে না! | @ErtugrulGunay Quem tenta abater árvores de 75 anos no aniversário da conquista de Istambul para construir um centro comercial não pode entender nem o Sultão Fatih nem a ordem de Deus! |
67 | দেশজুড়ে প্রতিবাদ সংঘর্ষ ছড়িয়ে পড়ার পরেও প্রধানমন্ত্রী তায়েপ এরদোগান শপিং মল নির্মাণ থেকে পিছু হটছেন না। তিনি তার টুইটারে বলেছেন: | Mesmo enquanto os protestos e confrontos continuaram por todo o país, o Primeiro-Ministro Erdogan não parecia disposto a recuar. |
68 | আমরা চাইলে এক মিলিয়ন মানুষ জমায়েত করতে পারি। | Na sua conta pessoal do Twitter [tr], afirmou: |
69 | সেখানে বিরোধী দল কয়েক হাজার মানুষ জমায়েত করেছে। কিন্তু আমরা এই ধরনের কাজ করবো না। | @RT_Erdogan Onde a oposição junta cem mil pessoas nós podemos reunir um milhão, mas não alinhamos nesse tipo de questões. |