# | ben | por |
---|
1 | ক্যাম্বোডিয়া: অ্যাঙ্কর ওয়াট মন্দিরে বিতর্কিত আলোকসজ্জা | Camboja: Polêmico projeto de iluminação do Angkor Wat |
2 | ক্যাম্বোডিয়ার সরকার ১১ শতকে নির্মিত মন্দির অ্যাঙ্কর ওয়াটে রাতের আলোকে ভ্রমণ এর প্রচারের জন্যে কৃত্রিম আলো বসিয়েছে। এর মূল উদ্দেশ্য ২০ শতাংশ পর্যটক কমে আসা ঠেকানো। | Para divulgar passeios “sob a luz da noite” [en] e virar a queda de 20% no número de visitantes, o governo cambojano instalou iluminação artificial no templo Angkor Wat, de 11 séculos de existência. |
3 | এই পরিকল্পনা কিছু ঐতিহ্য সংরক্ষণবাদী ও ক্যাম্বোডিয়ার সচেতন নাগরিকদের বিরোধীতার মুখে পড়েছে। | Este projeto sofre a oposição de alguns conservacionistas do patrimônio e cidadãos cambojanos preocupados. |
4 | অ্যাঙ্কর ওয়াট ক্যাম্বোডিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকা এবং তা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (ঐতিহ্যবাহী সংরক্ষিত এলাকা) এর অন্তর্ভুক্ত। | |
5 | ঐতিহ্য সংরক্ষনবাদী বিশেষজ্ঞরা মন্দিরে কৃত্রিম আলোক বসানোর বিষয়টিকে ‘দৃষ্টিকটু' বলে অভিহিত করেছেন। | O Angkor Wat é o ponto turístico mais popular no Camboja e é reconhecido como Patrimônio Mundial. |
6 | ২০০৬ সাল থেকে এই পর্যন্ত মন্দিরে রাতে আলোকিত করার জন্য প্রায় ১২ মিলিয়ন আমেরিকান ডলার খরচ করা হয়েছে। | Especialistas em conservação do patrimônio descrevem as lâmpadas instaladas como “desconfortáveis” [en]. |
7 | অ্যাঙ্কর ওয়াটকে একটি বিশাল বিনোদনমূলক এলাকায় পরিণত করার এক পরিকল্পনার এটি একটি অংশ। | Desde 2006, mais de $12 milhões [de dólares, en] foram gastos na iluminação do templo. |
8 | সরকার আলোকসজ্জার বিষয়ে যুক্তি উপস্থাপন করেছে এভাবে যে এই প্রকল্প ইউনেস্কো সমর্থন করছে। | Ela faz parte do grande projeto de transformar o Angkor Wat em um complexo para palcos de entretenimento [en]. |
9 | কতৃপক্ষ আরো যোগ করছে যে এই আলো জ্বালানোর জন্য কেবল সৌরশক্তি চালিত বাতি ব্যবহার করা হয়। | O governo defende a decoração com luzes argumentando que tem o apoio da UNESCO [en]. |
10 | জনগণ বিস্মিত যখন তারা জানতে পারে বিদ্যুত বাতি বসানোর জন্য মন্দিরের ভেতর গর্ত খোড়া হয়েছে। | Autoridades acrescentaram também que apenas tecnologia de luz proveniente da energia solar [en] foi usada no projeto. |
11 | এই বিষয়টি প্রকল্পের কন্ট্রাকটার এবং সরকার উভয়েই অস্বীকার করেছে: | O público ficou perplexo quando descobriu que buracos foram feitos no templo para a instalação de lâmpadas elétricas. |
12 | যারা কাজ করেছে সেই টীম এ ব্যাপারটি অন্যভাবে ব্যাখা করেছে। | A informação foi negada [en] pelo governo e pela executora do projeto: |
13 | তারা বলছে এই কাজের জন্য তারা এক বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেছে যার মাধ্যমে বাল্বগুলো লাগানো হয়েছে। | “A equipe que está trabalhando nisso explicou que tem uma técnica para posicionar as lâmpadas sem causar danos ao templo. |
14 | এতে মন্দিরের কোন ক্ষতি হয়নি। তারা কর্ক স্টপার এর মাধ্যমে বাল্ব বসিয়েছে সেই সমস্ত এলাকায় যেখানে ইতিমধ্যে গর্ত হয়েছিল এবং তা বসানো হয় পাথরের নীচের স্তরে। | Eles instalam as lâmpadas usando rolhas em buracos já existentes e colocam as luzes somente onde é possível, e também nas camadas mais baixas das pedras. |
15 | যারা সেখানে এই প্রকল্পে কাজ করছে তারা দাবী করছে যে যে আলো জ্বালানো হয়েছে তা খুবই সামান্য আলো দেয় এবং তা মন্দিরের কোন ক্ষতি করবে না। | A equipe alega que o calor das lâmpadas é fraco e não afeta o templo.” |
16 | বির্তক আরো তীব্র আকার ধারন করে যখন অ্যাঙ্কর ওয়াট মন্দিরের আলোক সজ্জার কাজে নিয়োজিত একজনের বিরুদ্ধে সরকারী আইনজীবি মামলা দায়ের করেন। | A polêmica tornou-se mais intensa quando a pessoa que denunciou a iluminação do Angkor Wat foi processada [en] por um advogado do governo sob a alegação de divulgar informações falsas. |
17 | মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়। | O acusado fugiu para a França para evitar ser processado. Templo Angkor Wat. |
18 | অভিযুক্ত ব্যাক্তি বিচার এড়ানোর জন্য ফ্রান্সে পালিয়ে গেছে। | Da página de DragonWoman no Flickr Abaixo estão algumas reações da blogosfera cambojana. |
19 | অ্যাঙ্কর ওয়াট মন্দিরের ছবি, ড্রাগনওমেনের ফ্লিকার পাতা থেকে নেওয়া | Vindo de The Son of the Empire [O Filho do Império, en]: |
20 | নীচে ক্যাম্বোডিয়ার ব্লগোস্ফিয়ারের কিছু প্রতিক্রিয়া দেওয়া হলো। দি সন অফ দ্যা এম্পারার ব্লগ বলছে: | Pessoalmente, a decoração com luzes é intolerável e penso naqueles que permitem tal projeto ser executado como em traidores e são intoleráveis. |
21 | ক্যাম্বোডিয়ায় নেতা সামগ্রিকভাবে যেখানে দেশটিকে স্বচ্ছভাবে, নিরাপত্তা প্রদান করে চালাতে পারছে না, সেখানে এই কৃত্রিম আলোক সজ্জা কি অ্যাঙ্কর ওয়াট মন্দিরে আরো বেশী পর্যটক আকৃষ্ট করতে পারবে? | |
22 | ওদিকে দেশটিতে স্থায়ীত্ব নেই, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা নেই এবং দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশ ভিক্ষার উপর নির্ভর এবং প্রতিবেশী দেশ দ্বারা প্রভাবিত। ব্যাক্তিগতভাবে আমি মনে করি এই আলোক সজ্জা গ্রহণযোগ্য নয় এবং আমি মনে করি যারা এই প্রকল্প করার সুযোগ করে দিয়েছে তারা বিশ্বাসঘাতক। | Essas pessoas devem pensar no longo prazo e deveriam ter feito o possível para preservar este maravilhoso trabalho de nossos grandes ancestrais que construíram este maravilhoso patrimônio para o mundo, para nós e se tornou a alma, o espírito e o orgulho de nossas pessoas e nações. |
23 | তারা দেশের জন্য গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি। | Real Cambodia aprecia [en] o esforço em melhorar a imagem do Angkor Wat: |
24 | ওই সমস্ত লোকেরা অবশ্যই ভবিষ্যতের কথা বিবেচনা করা উচিত ছিল এবং তাদের অবশ্যই সবচেয়ে সেরা উপায়ে আমাদের মহান পুর্বপুরুষদের তৈরী করা কাজগুলো রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। | |
25 | আমাদের পুর্বপুরুষরা এই কাজগুলো আমাদের এবং পৃথিবীর জন্য তৈরী করেছিল। | Eu meio que gosto da idéia de ver o Angkor Wat à noite. |
26 | এটি আমাদের জনগণের এবং জাতির জন্য আত্মা, শক্তি এবং গর্বের বিষয়ে পরিণত হয়েছে। | Imagino algumas das estátuas, das inscrições e as sombras seriam algo incrível, principalmente depois do happy hour. |
27 | রিয়েল ক্যাম্বডিয়া উৎসাহ প্রদান করছে অ্যাঙ্কর ওয়াটের দৃশ্য উন্নত করার প্রচেষ্টাকে: আমি রাতের বেলা অ্যাঙ্কর ওয়াটকে দেখার এই চিন্তাটিকে পছন্দ করেছি। | E, esperançosamente, eles usaram luzes que não causam danos ao ambiente, como LEDs, de forma inteligente e inovadora, criando ângulos dramáticos e descolados. |
28 | আমি কল্পনা করছি মুর্তি, বাঁক, এবং ছায়াগুলো অন্যরকম সুন্দর হবে, বিশেষ করে সুখী সময়ে এবং আশা করছি তারা সত্যিই পরিবেশ বান্ধব আলোকসজ্জা ব্যবহার করবে, যেমন এলইডি লাইট বেশ স্মার্ট বা চতুর এবং কৌশলী ভাবে চারপাশে অজস্র বিস্ময়, নাটকীয় পরিবেশ সৃষ্টি করবে। | |
29 | কিন্তু তার সাথে আমি আশাবাদী যে তারা বেশীর ভাগ পার্ক নষ্ট না করেই এই কাজটা করবে। সবচেয়ে ভালো হয় যদি তার প্রকৃতি ও অতিপ্রাকৃত অব্স্থানের মাঝে আলাদা অবস্থান বজায় রাখা যায়। | Mas também espero que eles tenham deixado a maior parte do parque intocada, tudo de melhor para manter sua posição entre o natural e o sobrenatural. |
30 | দি সাউথ ইস্ট এশিয়ান আর্কিওলজি নিউজব্লগ (দক্ষিণ এশিয়ার প্রত্নতত্ব ব্লগ) সর্তক করে দিয়েছে যে অ্যাঙ্কর ওয়াটে পর্যটকের সংখ্যা বাড়া তার জন্য খারাপ। | The Southeast Asian Archaeology Newsblog adverte que o número crescente de turistas no Angkor Wat é ruim para os negócios [en]: |
31 | এই কাজটি হয়তো ক্রমাগত কমে আসা পর্যটন ব্যবসার পরিমাণ হয়তো আবার বাড়িয়ে দেবে। কিন্ত তা ঐতিহ্য সংরক্ষণ বিশেষজ্ঞরা বছর ধরে বলছেন অ্যাঙ্কর ওয়াটে পর্যটকের আগমন বেড়ে যাওযা তার নিজের স্থায়িত্বের জন্য ভালো নয়। | A iniciativa pode servir para levantar o decadente número de turistas, mas não faz nada para ajudar no que especialistas do patrimônio dizem há anos - que os efeitos do aumento de visitantes no Angkor fazem mal para os negócios. |
32 | একজন অজ্ঞাত নামা মন্তব্যকারী এই আলোকসজ্জার বিষয়টি বাতিল করেছে: | Um comentarista anônimo renega [en] o projeto de iluminação: |
33 | এমনকি স্বাভাবিক অবস্থায় সাধারণ মানুষ আমাকে পছন্দ করে, আমি দেখতে পাচ্ছি এ রকম এক পবিত্র স্থাপনা আলোকিত করা যথাযথ কাজ নয় বিশ্বের যে কোন প্রান্তে। অ্যাঙ্কর ওয়াটের মতো এ রকম একটা চমৎকার ঐতিহ্যকে তার মতোই রাখা উচিত। | Mesmo um cara normal, como eu, pode ver que a iluminação é totalmente inapropriada para um monumento sagrado em qualquer lugar do mundo, sem falar de um patrimônio magnífico como o Angkor Wat. |
34 | যে এরকম একটা ধারণা নিয়ে এসেছে তার চাকুরী চলে যাওয়া উচিত!!!! | Quem teve a idéia deveria ser despedido de seu emprego!!!! |
35 | তার নন্দন তত্ব সমন্ধে কোন ধারণা নেই, যাই হোক!!! | Não tem noção de estética, ou seja lá do que for!!! |
36 | ডেপুটি প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে এই বির্তকিত বিষয়ে প্রশ্নোত্তরে জন্য ডাকা হবে। এ সমন্ধে জেমানতার আরেকটি প্রবন্ধ | O vice primeiro ministro [en] será convocado pelo parlamento para responder perguntas a respeito do polêmico projeto. |
37 | Email | |
38 | লিখেছেনMong Palatino | |
39 | অনুবাদ করেছেন বিজয় | |