Sentence alignment for gv-ben-20100717-11743.xml (html) - gv-por-20100623-9364.xml (html)

#benpor
1বিশ্বব্যাপী নাগরিক ভিডিওর মাধ্যমে মানবাধিকার রক্ষাMundo: Protegendo Direitos Humanos através do Vídeo Cidadão
2মানবাধিকার রক্ষার জন্যে একটি ভিডিও তৈরী করা উল্টো ফল দিতে পারে - অর্থাৎ যারা ভিডিওটি বানান বা তাতে অংশ নেন তাদের মানবাধিকার হুমকির মুখে পড়তে পারে।Fazer um vídeo para proteger direitos humanos pode ser um tiro pela culatra e acabar ameaçando os direitos humanos daqueles que aparecem ou participam do vídeo.
3উইটনেস দ্যা হাব আমাদের জানাচ্ছে যে কিভাবে আমরা মানবাধিকার রক্ষায় সাহায্যকারী একটি ভিডিও তৈরী করতে পারি নিজেদের জীবনে ঝুঁকি না নিয়ে।A WITNESS [TESTEMUNHA] compartilha de que forma nós podemos fazer um vídeo de direitos humanos que passa a mensagem minimizando o risco para aqueles envolvidos [en].
4উইটনেসের সমীর পাদানিয়া এবং ইউটিউবের স্টিভ গ্রুভের ইউটিউবে তুলে দেয়া আপনার মানবাধিকার ভিডিওর জন্যে আপনার এবং অংশগ্রহণকারীদের মানবাধিকার রক্ষা করা নামের এই পোস্টে নীচে দেয়া অ্যানিমেশনটি রয়েছে যা ছবিটি বানানোর পূর্বে এর অংশগ্রহণকারীদের রক্ষা করার পদক্ষেপগুলো জানাচ্ছে।O post Protegendo a si mesmo, seus temas e vídeos sobre direitos humanos no YouTube [en] escrito por Sameer Padania da WITNESS e Steve Grove do YouTube, inclui animações que explicam os passos essenciais para proteger os participantes antes de decidir fazer um vídeo sobre Direitos Humanos.
5আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের নিয়ে ভিডিওটি বানানো হবে তাদেরকে রক্ষা করা তাদের সম্মতি নেয়া:Uma questão importante é a proteção daqueles que aparecem no vídeo através de autorização de imagem:
6পূর্বে, ভিডিও নির্মাতারা তাদের দর্শকদের শ্রেণী এবং আকার নির্ধারণ করত। কিন্তু বর্তমান কালে এটি ধরে নেয়া হয় যে যখন একটি মানবাধিকার ভিডিও অনলাইনে ছাড়া হয়, এটি মাত্র সময়ের ব্যাপার যে মানবাধিকার লঙ্ঘনকারীরা এটি দেখবে।No passado, os video-makers podiam comumente controlar o tamanho e abrangência de sua audiência, mas hoje em dia é mais seguro assumir que, se um vídeo sobre Direitos Humanos está online, é só uma questão de tempo para o ofensor saber da existência dele.
7তাই ভাল হয় যদি যাদের নিয়ে ভিডিওটি বানানো হয় তাদের সম্মতি নিয়ে রাখা হয়।Por esta razão, uma boa prática é ter uma autorização de uso de imagem das pessoas que se está filmando.
8তার মানে হচ্ছে যে তারা জানবে যে এই ভিডিওতে অংশ নেয়ার জন্যে তাদের হয়ত খারাপ পরিণতির মুখোমুখি হতে পারে।Isso significa assegurar que compreendem as possíveis consequências negativas de aparecer em um vídeo.
9আপনি হয়ত কারও পরিচয় গোপন করতে মুখের অংশ ঘোলা করে দিতে পারেন, যাতে কর্তৃপক্ষ তাদের পরিচয় বের করতে না পারে।Você pode escurecer e borrar os rostos para dificultar que autoridades revelem e identifiquem alguém ou algum lugar.
10এটি বেশ গুরুত্বপূর্ণ কারন: উদাহরণস্বরূপ বার্মার কর্তৃপক্ষ বিক্ষোভ প্রতিবাদের অনলাইনের ফুটেজের সাহায্যে বিপ্লবী কর্মীদের গ্রেফতার করে।Isto é importante: autoridades em Burma, por exemplo, usaram gravações de um protesto para identificar e prender os ativistas. [en]
11এই পোস্টে, তারা বর্ণনা করেছে উদাহরণ সহ যে কিভাবে কারও পরিচয় গোপন করা যায় উন্নত বা স্বল্পোন্নত প্রযুক্তির সাহায্যে (যেমন পেছনে লাইট দিয়ে)।No post [en], eles incluem exemplos de como esconder a identidade de alguém usando alta tecnologia (através de programas) ou baixa tecnologia (usando luz de fundo, por exemplo).
12উইটনেস এর এই সিরিজের অন্যান্য ভিডিও বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে যেমন চলচ্চিত্রায়ণ: শব্দ এবং মোবাইল ফোনের ব্যবহার, চলচ্চিত্রায়ণ: সাক্ষাৎকার গ্রহণকারীদের রক্ষা করা, এবং কিভাবে সঠিকভাবে এবং নৈতিকভাবে আপনার চলচ্চিত্র সম্পাদনা ও পরিবেশনা করতে পারেন।Outros vídeos da série da WITNESS cobrem assuntos como Filmar, Áudio e Uso de Celuolares, Filmar & Proteger Entrevistados, assim como efetivamente e eticamente Editar e Distribuir seu Filme. [en]
13আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে যে কিভাবে একটি স্থানীয় সংবাদকে বিশ্বব্যাপী তুলে ধরতে হবে। ইউটিউবের প্রকল্প: রিপোর্ট নামে নীচের এই ভিডিওতে কবি এবং লেখক কোয়ামে ডাওয়েস জানাচ্ছেন কিভাবে মানুষ আপনি কি বলতে চাচ্ছেন তার সাথে সম্পর্ক তৈরি করে:Um aspecto para se pensar é como fazer uma história local de importância global, e o poeta e escritor Kwame Dawes neste vídeo Projeto YouTube: Relatório [en] fala sobre como fazer as pessoas se conectarem com a história que se quer contar:
14উইটনেস পোস্টে অন্যান্য যে ব্যাপারগুলো এসেছে তা হল কিভাবে চলচ্চিত্র বা ভিডিও বিতরণ বা পরিবেশন করা যায় সবচেয়ে কার্যকরীভাবে: এটাকে কি বিশ্বব্যাপী প্রচার করা হবে না স্থানীয়ভাবে প্রচার করা হবে আর গুরুত্বপূর্ণ লোকদের দেখান হবে যারা এইসব মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে ব্যবস্থা নিতে পারে।Outras questões mencionadas pelo post da WITNESS são sobre como distribuir o filme para ter um maior efeito: como ter um impacto mundial ou se é melhor que seja somente local, mas mostrando para fazer com que os atores-chave podem tomar uma atitude com relação aos Direitos Humanos que estão sendo mostrados.
15এছাড়াও কিছু উপদেশ দেয়া আছে যার মাধ্যমে এই ভিডিওকে অনৈতিক বলে রিপোর্ট করা থেকে বাঁচাবে, কিভাবে এর বিবরণ লেখা হবে যাতে ভিডিও সম্পর্কে অনেক কিছু জানা যায়, আর ভিডিওতে প্রদর্শিত সকলের অনুমতি নেয়া, স্থানীয় আইন সম্পর্কে জানা বিশেষ করে ভিডিওটির কোন চরিত্র বা বিষয়বস্তু সম্পর্কে আইনের কার্যকারিতা, কপিরাইট সম্পর্কে জানা বিশেষ করে ভিডিওটি যাতে এই আইনের আওতায় নিষিদ্ধ করা হয়, এবং ইউটিউবের সাথে সরাসরি যোগাযোগ যাতে তাদের জানানো যে কি ধরনের চলচ্চিত্র এটি।Além do mais, algumas palavras-chaves são fornecidas pra evitar que o vídeo seja marcado como impróprio, inclusive conectando-o corretamente e fazendo descrições que irão adicionar o máximo de conteúdo possível, além de conseguir autorização de todos os que aparecem no vídeo, entendo leis locais e questões legais sobre determinados assuntos ou personagens no vídeo, entendendo direitos autorais para que seu vídeo não seja marcado por violar direitos autorais, e também entrando em contato com o YouTube fazendo com que saibam que tipo de conteúdo você está publicando.
16মানুষকে আপনার মানবাধিকার ভিডিও সম্পর্কে জানানোর কার্যকরী উপায় হচ্ছে অন্যদের এটি সম্পর্কে জানানো: গ্লোবাল ভয়েসেস লেখকদের ইমেইল করে জানান যারা আপনার ভিডিও সম্পর্কে লিখতে পারবেন, সিটিজেনটিউব বা উইটনেসকে জানান আপনার ভিডিও সম্পর্কে অথবা টু্‌ইটারে সবার জন্যে বার্তা পাঠান এ্‌ই ঠিকানায়: @citizentube, @witnessorg অথবা @globalvoices।A melhor forma de fazer as pessoas verem seus vídeos de Direitos Humanos é contar sobre eles: enviando email para os autores do Global Voices que podem escrever sobre o seu vídeo, escrever para o CitizenTube ou para a WITNESS, ou ainda enviar mensagens para todos nós através do Twitter: @citizentube, @witnessorg ou @globalvoices.