Sentence alignment for gv-ben-20130426-36241.xml (html) - gv-por-20130415-42193.xml (html)

#benpor
1সমকামী বিয়েকে বৈধতা দিল উরুগুয়েUruguai legaliza casamento entre pessoas do mesmo sexo
2সমকামী বিয়েকে বৈধতা দানকারী দ্বিতীয় লাতিন আমেরিকান দেশে পরিণত হয়েছে উরুগুয়ে।O Uruguai se tornou o segundo país latino-americano a legalizar [en] casamento entre pessoas do mesmo sexo.
3গত ১০ এপ্রিল ২০১৩ তারিখে ব্যাপক আলোচনার পর ৯২ টি ভোটের মধ্যে পক্ষে ৭১ টি ভোট পেয়ে আইন প্রণেতারা কংগ্রেসে এই বিলটি পাস করিয়েছেন। সেখানে বিবাহ কে সংজ্ঞায়িত করা হয়েছে “একই বা বিপরীত লিঙ্গের দুটি মানুষের মধ্যে স্থায়ী মিলন” হিসেবে।Legisladores do Congresso aprovaram, no dia 10 de abril de 2013, o projeto de lei que define o casamento como “a união permanente entre duas pessoas do mesmo sexo ou de sexos opostos,” com uma ampla margem de votos, sendo 71 votos favoráveis dos 92 totais.
4দেশটির সিনেটের উচ্চকক্ষ গত সপ্তাহে প্রস্তাবটির অনুমোদন দিয়েছে।A casa superior do Senado do país aprovou a proposta na semana passada [en].
5প্রেসিডেন্ট জোসে মুজিকাকে বিলটির জন্য চাপ দেত্তয়া হয়েছে।O presidente Jose Mujica, que impulsionou o projeto de lei, deve sancioná-lo nas duas próximas semanas.
6আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি সেটিকে আইনে পরিণত করার জন্য স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। উরুগুয়ে এখন সমকামী বিবাহ অনুমোদনে বিশ্বের ১২ তম দেশ এবং ২০১০ সালে আর্জেন্টিনা এটিকে বৈধতা দানের পরে এ অঞ্চলে দ্বিতীয়।O Uruguai é agora o 12º país do mundo a aprovar o casamento entre pessoas do mesmo sexo e o segundo da região, depois da Argentina, que o legalizou [en] em 2010.
7সমর্থকরা বিধানসভা প্রাসাদের ভিতরে এবং বাইরে জড়ো হয়ে তা উদযাপন করেছেন।Defensores da causa se reuniram dentro e fora do Congresso para celebrar.
8সাংবাদিক ফাবিয়ান কারডোযো ভোটের পরে উল্লাসিত জনতার একটি ছবি শেয়ার করেছেনঃO jornalista Fabian Cardozo compartilhou uma foto da multidão comemorando após a votação:
9টুইটারে ছবিটি শেয়ার করেছেন ফাবিয়ান কারডোজো (@ফাকারডোজো)Foto compartilhada por Fabian Cardozo (@facardozo) no Twitter.
10ক্ষমতাসীন ব্রড ফ্রন্ট পার্টির অন্তর্ভুক্ত একটি বাম রাজনৈতিক দল দ্যা মুভমেন্ট ফর পপুলার পারটিসিপেশন, ফেসবুকে একটি ছবির অ্যালবাম [স্প্যানিশ] শেয়ার করেছে।O Movimento de Participação Popular [es], um partido político pertencente ao partido de esquerda que se encontra no poder, Frente Ampla, compartilhou um álbum [es] com mais fotos no Facebook.
11ছবিটি মভিমেন্টো দে পারটিসিপাসিওন ফেসবুকে শেয়ার করেছেFoto compartilhada pelo Movimento de Participação Popular, no Facebook.
12স্পেন থেকে পেড্রো জেরেলোর (@পেড্রো_জেরেলো) মতো অন্যান্য দেশের টুইটার ব্যবহারকারীরা এই অভিযানের জন্য উরুগুয়েকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেঃUsuários do Twitter de outros países parabenizaram [en] e agradeceram o Uruguai pelo avanço, tais como Pedro Zerolo (@Pedro_Zerolo), da Espanha:
13ধন্যবাদ, উরুগুয়ে।Obrigado, Uruguai.
14সমকামী বিয়ে বৈধতা দানে ১২ তম দেশ।12º país a aprovar o casamento igualitário.
15টুইটারে ছবিটি শেয়ার করেছেন @পেড্রো_জেরোলো।Foto compartilhada por @Pedro_Zerolo no Twitter.
16এছাড়াও নেটিজেনরা হ্যাশট্যাগ #matrimonioigualitarioUY (উরুগুয়েতে সমান বিবাহ) [স্প্যানিশ ভাষায়] এর অধীনে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
17উরুগুয়ের টুইটার ব্যবহারকারী টোডারো (@টোডারো) [স্প্যানিশ ভাষায়] লিখেছেন:Internautas também compartilharam reações sob a hashtag #matrimonioigualitarioUY (casamento igualitário no Uruguai) [es]. A paraguaia Teodora escreveu [es] no Twitter (@t_odora):
18@টোডারোঃ আজ হচ্ছে সেসব দিনগুলোর মধ্যে একটি দিন যখন আপনি নিজেকে কোন ধরণের প্রশ্ন ছাড়াই উদযাপন করতে পারেন।@t_odora: hoje foi um daqueles dias que se festeja sem questionar, a luta dá resultados, o trabalho árduo vale a pena #matrimonioigualitarioUY
19সংগ্রাম সফল হয়েছে। কঠিন পরিশ্রম কাজে দিয়েছে।O músico German Bernardez (@GodFatter) [es], por sua vez, compartilhou:
20#matrimonioigualitarioUY সঙ্গীতজ্ঞ জার্মান বারনারদজ (@গডফ্যাটার) [স্প্যানিশ ভাষায়] শেয়ার করেছেন:@GodFatter: A partir de hoje me sinto ainda mais orgulhoso de ser uruguaio.
21@গডফ্যাটারঃ আজ থেকে উরুগুয়ান হিসেবে আমি গর্বিত।O Uruguai aprova o #MatrimonioIgualitarioUY Um país cada vez mais justo.
22উরুগুয়ে #MatrimonioIgualitarioUY অনুমোদন দিয়েছে।O usuário @colowolman [es] acrescentou:
23ব্যবহারকারী @কোলোওলম্যান [স্প্যানিশ ভাষায়] যোগ করেছেনঃ@colowolman: A verdade é que já estava na hora do Parlamento fazer alguma coisa que pudesse melhorar essa sociedade #matrimonioigualitariouy
24@কোলোওলম্যানঃ এটা সত্য যে, সংসদ এই সমাজের উন্নতি করতে পারে এমন কিছু কাজ করল। #matrimonioigualitariouyApesar de reações positivas na internet e nas ruas, nem todo mundo está celebrando no país.
25অনলাইনে এবং রাস্তায় ইতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও দেশের সবাই এটি উদযাপন করেনি। এল এসপেকটাডোর রিপোর্ট [স্প্যানিশ ভাষায়] করেছেন যে, উরুগুয়ের ক্যাথলিক চার্চ যুক্তি দিয়েছে, আমাদের সমাজের আইনি ব্যবস্থায় আইনের ‘আরও অবনতি হচ্ছে'।O jornal El Espectador relatou [es] que a igreja católica do Uruguai argumentou que “a lei é ‘mais um retrocesso' do sistema jurídico, o qual ‘encontrou sua existência' no ‘respeito e proteção' da instituição familiar, uma ‘base constitucional da nossa sociedade.'
26অথচ পরিবারিক প্রতিষ্ঠানের ‘সম্মান ও সুরক্ষা'র উপর ‘তার অস্তিত্ব প্রতিষ্ঠিত', যেটি ‘আমাদের সমাজে সাংবিধানিক ভিত্তি'।