Sentence alignment for gv-ben-20080826-1160.xml (html) - gv-por-20080826-1233.xml (html)

#benpor
1ভেনেজুয়েলা: এন্টোনিও লরো এবং তার ক্লাসিকাল গীটারVenezuela: Antonio Lauro e sua guitarra clássica
2‘সংস্কৃতি কিভাবে একজন মানুষের সত্বার অন্তর্গত অংশ হতে পারে' এর এক উৎকৃষ্ট উদাহরণ হিসেবেই এন্টোনিও লরোর ৯১তম জন্মদিনে তাকে সবাই স্মরণ করছে।No aniversário de seus 91 anos, Antonio Lauro foi lembrado como um dos mais representativos exemplos de como a cultura pode se tornar parte da identidade de uma pessoa.
3সিউদাদ বলিভারে জন্ম নেয়া একজন খুবই মেধাসম্পন্ন কম্পোজার হিসেবে লরো গীটারে বাজানোর জন্যে ওয়ালজ এবং অন্যান্য সুর রচনা করেছেন।Compositor muito talentoso, nascido na Ciudad Bolívar [en], na Venezuela, Lauro compôs valsas e outras peças para guitarra.
4তার এই সুরগুলো বাজিয়েছেন বহু দেশী ও বিদেশী গীটারশিল্পীরা।Essas composições são normalmente tocadas por um grande número de guitarristas nacionais e internacionais famosos.
5এছাড়াও ট্রিও কান্তোরেস ডেল ট্রপিকো সঙ্গীতদল এর অংশ হিসেবে লরো ভেনেজুয়েলার সঙ্গীত ভুবনে বহু অবদান রাখতে সক্ষম হয়েছেন।Da mesma forma, como membro do grupo Trio Cantores del Trópico, Lauro conseguiu contribuir para a herança musical da Venezuela, convertando estruturas européis em melodias que soam bastante como especialidades venezuelanas.
6তার বৈশিষ্ট ছিল যে তিনি ইউরোপের মূল সঙ্গীতের কাঠামোকে ভেনেজুয়েলার ঐতিহ্যগত সঙ্গীতে মিশ্রন করিয়েছেন।
7ভেনেজুয়েলার সঙ্গীতকে ছড়িয়ে দেবার জন্যে তিনি পার্শ্ববর্তী দেশগুলোতে বহুবার ভ্রমণ করেছেন।Ele fez muitas turnês pelos países vizinhos para divulgar os sons da música venezuelana.
8কয়েকজন ভেনেজুয়েলান ব্লগার যেমন লাস কোসাস দো রোজা ব্লগ (স্প্যানিশ ভাষায়) এর রোজা লরোকে স্মরণ করছেন এবং এই সঙ্গীতজ্ঞ সম্পর্কে একটি লেখায় (লিন্ক, বাজনা এবং ছবি সহ) বলেছেন যে:Alguns blogueiros venezuelanos, como Rosa do Las Cosas de Rosa [es], se lembram de Lauro e ela escreve uma postagem interessante sobre o músico (com arquivos de música, links e fotos) e destaca:
9এন্টোনিও লরো ল্যাটিন আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ গীটারশিল্পী এবং এই সঙ্গীতযন্ত্রের আন্তর্জাতিক মানকেও সমৃদ্ধ করেছেন।Antonio Lauro é considerado um dos mais importantes maestros de guitarra da América Latina, tendo também contribuído de forma definitiva para ampliar o repertório universal desse instrumento.
10এডুয়ার্ডো কাসানোভা তার ব্লগ লিটারানোভাতে লিখেছেন:Eduardo Casanova escreve no blogue Literanova [es]:
11তিনি আমার স্কুলের সঙ্গীত শিক্ষক ছিলেন, যেখানে তিনি একটি ছোট্ট সঙ্গীতদল তৈরী করেছিলেন, যেমনটি তিনি বহু স্কুলে করেছেন।
12তার এই প্রবণতা তাকে ভেনেজুয়েলার সফল সঙ্গীত আন্দোলনের অন্যতম রুপকার হিসেবে দাড় করিয়েছে। গর্বের সাথে জানাচ্ছি যে আমার সুযোগ হয়েছে ইউরোপের নামকরা রেডিও স্টেশনগুলোতে তার বাজানো সঙ্গীত শোনা।Foi meu professor de música no Colégio Santiago de León de Caracas, onde organizou um pequeno coro, como já tinha feito em muitos colégios, sendo que foi o verdadeiro criador do movimento do coral Venezuelano, que é um sucesso.
13অধ্যাপক লরো ভেনেজুয়েলার, এমনকি ল্যাটিন আমেরিকার সবচেয়ে খ্যাতিসম্পন্ন কম্পোজার। “নাটালিয়া” হচ্ছে ভেনেজুয়েলার আধুনিক শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় একটি উদাহরণ।Com muito orgulho, tive a oportunidade de ouvir várias de suas obras em emissoras de rádio européias, pois o Professor Lauro é o músico venezuelano, ou até mesmo latino-americano, mas conhecido no mundo.
14লরো তার একমাত্র মেয়ের জন্যে এটি রচনা করেছিলেন।“Natalia” é uma das canções mais representativas da música clássica da Venezuela.
15বর্তমানকালে এর সূক্ষ্ণ সৌন্দর্যের জন্যেই লোক এটি শুধু পছন্দ করে না, নবীন গীটারশিল্পীদের জন্যে এটি একটি কষ্টসাধ্য বাজনাও বটে (যা এই ভিডিওর নীচে মন্তব্য পড়ে বোঝা যাবে)।Lauro a compôs para sua filha, e hoje é reconhecida não apenas por sua beleza mas também por ser considerada um grande desafio entre guitarristas (o que pode ser visto nos comentários do vídeo abaixo):
16টান টোচে একটি মজার ভিডিও পোস্ট করেছে যেখানে নামী শিল্পীরা “নাটালিয়া” বাজানোর চেষ্টা করছেন।Tan Toche publica um vídeo interessante no qual artistas famosos tentam tocar “Natalia”.
17এই ভিডিওতে লোরো তার পৌত্রী মারিয়া ক্রিস্টিনার জন্যে একটি বিশেষ গীটারে ঘুমপাড়ানী গানের সুর তুলছেন:Nesse outro vídeo, o compositor toca a canção de ninar que ele compôs para sua neta, María Cristina, em uma guitarra feita especialmente para ele.