# | ben | por |
---|
1 | কোস্টা রিকা: প্রথম মহিলা রাষ্ট্রপতি লরা চিনচিলা | Costa Rica: Laura Chinchilla Eleita Primeira Mulher Presidente |
2 | ৭ ফেব্রুয়ারি, ২০১০-এ কোস্টা রিকার জনগণ ভোট প্রদান করে এবং দেশটির ইতিহাসে প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে লরা চিনচিলাকে নির্বাচিত করে। | |
3 | তিনি বর্তমান ক্ষমতাসীন শাসক দল ন্যাশনাল লিবারেশন পার্টি (স্প্যানিশ ভাষায় তার নামের আদ্যাক্ষর গুলো নিয়ে একে পিএলএন নামে ডাকা হয়) থেকে নির্বাচিত হয়েছেন। | |
4 | সর্বোচ্চ নির্বাচনী আদালত (সুপ্রীম কোর্ট ইলেকশন বা টিএসই) যে সমস্ত তথ্য সরবরাহ করেছে, তাতে দেখা যাচ্ছে তিনি বিশাল ভোটের ব্যবধানের জয়ী হয়েছেন। চিনচিলা প্রদত্ত ভোটের ৪৬. | No domingo, 7 de fevereiro de 2010, a população da Costa Rica foi às urnas e elegeu a primeira mulher presidente de sua história, Laura Chinchilla, do governante Partido de Libertação Nacional (PLN). |
5 | ৭৮ শতাংশ অর্জন করেছেন এবং তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী অটোন সোলিসকে পরাজিত করেছেন। | De acordo com dados oficiais fornecidos pelo Tribunal Supremo Eleitoral (TSE), a candidata venceu por uma larga margem de votos. |
6 | অটোন সিটিজেন এ্যাকশান পার্টির (পাক) এর প্রার্থী ছিলেন, এবং তিনি নির্বাচনে প্রদত্ত মোট ভোটের ২৫. | Chinchilla obteve 46,78% dos votos e derrotou o seu principal rival, Ottón Solis do Partido de Ação Cidadã (PAC), que recebeu 25,11%. |
7 | ১১ শতাংশ অর্জন করেছেন। কোন ধরনের দুর্ঘটনা ছাড়াই এই নির্বাচন সমাপ্ত হয়। | As eleições foram realizadas sem incidentes, como escreve o blog Eleições 2014-2018 [es] (as datas foram atualizadas para refletir as próximas eleições) que escreve: |
8 | ব্লগ ইলেকশন ২০১৪-২০১৮ [স্প্যানিশ ভাষায়] (সালগুলো পরবর্তী নির্বাচনের প্রতিফলন হিসেবে এখানে বসানো হয়েছে) লিখেছে: এই নির্বাচন এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। | As eleições se celebraram em um ambiente festivo, como marca a tradição desta nação centroamericana nos últimos 50 anos e que é considerada uma das democracias mais antigas e mais sólidas da América Latina. |
9 | এটি মধ্য আমেরিকার এই রাষ্ট্রটিতে ৫০ বছর ধরে চলা আসা এক ঐতিহ্য এবং ল্যাটিন আমেরিকার মধ্যে এই দেশটির গণতন্ত্রকে সবচেয়ে পুরোনো ও শক্তিশালী গণতন্ত্র বলে বিবেচিত করা হয়। | |
10 | চিনচিলার বিজয়ে ব্লগাররা প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি। | As reações dos blogueiros sobre a vitória de Chinchilla não se fizeram esperar. |
11 | কেউ এই ঘটনার বিশ্লেষণ করেছে, অন্যরা তাদের মতামত প্রদান করেছে। | Alguns ofereceram sua análise dos fatos, outros as suas opiniões. |
12 | ব্লগ ফুসিল ডে চিসপাস [স্প্যানিশ ভাষায়]-এর ব্লগার ক্রিস্টিয়ান কামব্রোনেরো তার ব্লগে লিখেছেন, সংসদে চিনচিলার দল সবচেয়ে বেশি আসন লাভ করেছে: | Um exemplo de análise é fornecida por Cristian Cambronero em seu blog Fusil de Chispas [es], que escreve que o partido de Chinchilla também ganhou o maior número de assentos na Assembléia: |
13 | রোববার মধ্যরাত পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসেবে পরবর্তী সংসদের ৫৭ টি আসনের মধ্যে ক্ষমতাসীন পিএলন (মধ্য ডান) দলের ২৪ জন প্রার্থী, বিরোধী দল পাক থেকে সাংসদ হয়েছেন ১০ জন (মধ্য বাম), ১০ জন সদস্য জিতেছেন ডানপন্থী দল লিবারেশন মুভমেন্ট দল থেকে, পুসাক (পিইউএসসি, ডানপন্থী দল) জিতেছে ৬ টি আসন, পাসে দলটির ৪ জন প্রার্থী জয়লাভ করেছে, ১ জন জিতেছে ব্রড ফ্রন্ট থেকে (বাম দল)। | Segundo as projeções até meia-noite de domingo, a próxima Assembléia, formada por 57 deputados seria composta por 24 deputados do partido do governo PLN (centro direita), 10 da oposição PAC (centro-esquerda), 10 de direita do Movimento Libertário, 6 do PUSC - Partido Unidade Social Cristã (direita), 4 do PASS - Partido Acessibilidade Sem Exclusão, 1 da Frente Ampla (esquerda) e 2 membros de partidos de fortes raízes religiosas-conservadoras: 1 do Restauração Nacional e 1 da Renovação Costarriquenha. |
14 | ধর্মীয় দলগুলোর মধ্য থেকে নির্বাচিত হয়েছে ২ জন যারা অতি রক্ষণশীল বলে বিবেচিত: এদের একজন ন্যাশনাল রেস্টোরেশন থেকে ১ জন এবং কোস্টা রিকান রেনোভেশন থেকে ১ জন প্রার্থী সংসদে আসন লাভ করেছে। | |
15 | ইউটিউব ব্যবহারকারী মানরিকেসর এর ভিডিও, কোস্টা রিকার রাজধানী সান কর্লোসের চারপাশের দৃশ্য: | Video no YouTube do usuário manrikecr com cenas em torno de São Carlos, Costa Rica: Voltando à eleição da presidente, as opiniões são mistas. |
16 | রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ফিরে আসা যাক, এ ব্যাপারে ব্লগারদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। | Para alguns blogueiros, a idéia de continuidade política do Partido de Liberação Nacional (PLN) não é animadora, conforme expresso no blog Conoche San Jose de Noche [es] que escreve: |
17 | কয়েকজন ব্লগারের কাছে ন্যাশনাল লিবারেশন পার্টির (পিএনএল) আবার শাসনকার্য চালিয়ে যাবার ক্ষমতা অর্জনের বিষয়টিকে উৎসাহ জনক বলে মনে হয়নি। | Em minha humilde opinião serão mais quatro anos do mesmo dos últimos 25 anos, onde os pobres estão cada vez mais pobres e os ricos continuam a encher os bolsos à custa do suor dos seus “colaboradores”. |
18 | যেমন, ব্লগ কোনচে সান জোসে ডে নোচে [স্প্যানিশ ভাষায়] এ ধরনের মনোভাব ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন: | Claro que o povo com seu voto deu a permissão para que os deputados continuem passeando de avião e escrevendo memorandos de terror para à população. |
19 | আমার বিনম্র দৃষ্টিতে, একই রকম শাসন আরো চার বছরের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ঘটনাটি বিগত ২৫ বছর ধরে ঘটে আসছে। | A vitória do PLN é visto como um duro golpe para os partidários de esquerda, como descrito pelo autor do blog El Mae del Bajo [es] que escreve: |
20 | এই শাসনে গরিবেরা আরো গরিব হয়েছে এবং ধনীরা তার “বন্ধুদের” মিষ্টির টাকায় তাদের পকেট ভরেছে। অবশ্য বলা যায়, জনগণ তাদের ভোট সংসদদের প্রদান করে তাদের আবারো বিমানে চড়ার এবং জনগণকে ভয়াবহ সব মেমো বা স্মারক প্রদান করার অনুমতি প্রদান করেছে। | É chegada a hora para que a esquerda se una; esta eleição manifestou a necessidade de uma grande coalizão de partidos de esquerda, só assim se formará uma grande frente de luta contra os neoliberais, mas se os mesquinhos dirigentes destes partidos se negam a unir-se o único caminho que lhes resta é a dissolução; abram os olhos para esta realidade… |
21 | পিএলএনের জয় বাম সমর্থকদের জন্য এক আঘাত স্বরূপ। ব্লগ এল মায়ে ডেল বাজো [স্প্যানিশ ভাষায়] এর লেখক বিষয়টি বর্ণনা করছে। | Embora haja abundantes sentimentos de decepção sobre a eleição na blogosfera, como a de Julia Ardón, que escreve sobre a vitória de Chinchilla [es]: |
22 | তিনি লিখেছেন: | Não me sinto representada por ela. |
23 | এখন সময় এসেছে বামদল গুলোকে একত্রিত হবার, এই নির্বাচন তাদের জানিয়ে দিয়েছে যে বামদলগুলোর জন্য এক মহাজোট গড়া কতটা প্রয়োজনীয়, এবং এভাবে নব্য উদার-নৈতিকতাবাদের বিপক্ষে লড়ার জন্য বড় একটি জোট তৈরি করা সম্ভব। | |
24 | কিন্তু যদি এ সমস্ত দলগুলোর নেতার সেই জোটে যোগ দিতে অস্বীকার করে, তা হলে বাকী যে পথটি রয়েছে তা হলে নিজেদের বিলুপ্ত করা ফেলা। | |
25 | এখন এই বাস্তবতার প্রতি তাদের চোখ মেলে দেখা উচিত। | É estranho. Eu chorei quando Michelle chegou à presidência no Chile. |
26 | ব্লগ জগৎে নির্বাচনের ফলাফলে এক হতাশার অনুভূতি তৈরি হয়েছে, যেমন ব্লগার জুলিয়া আর্ডেনের এই দশা হয়েছে। | |
27 | তিনি চিনচিলার জয়ের ব্যাপারে তার অনুভূতি ব্যক্ত করেছেন [স্প্যানিশ ভাষায়]: | Mas agora, quando ela deu seu discurso de aceitação ouvi com atenção e não senti nada. |
28 | আমি মনে করি না চিলচিলা আমার প্রতিনিধিত্ব করে। | |
29 | যখন মিশেল (ব্যাসলেট) চিলির রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল, তখন আমি আনন্দে কেঁদে উঠেছিলাম। | Eu não sei se eram os jingles que a interrompiam, não sei se era a elaboração do seu discurso. |
30 | কিন্তু এখানে যখন সে (চিনচিলা) তার বিজয়ী ভাষণ প্রদান করেন, তখন আমি তা মনোযোগ দিয়ে শুনি। | Eu não sei se me sinto muito longe das idéias dela e de quem a colocou como candidata. |
31 | সেই ভাষণে আমি কিছুই পাই নি। | Eu não sei. |
32 | আমি জানি না এটি কি বিজ্ঞাপনের সঙ্গীত যা সেটিতে বাঁধাগ্রস্ত করেছিল, না কি লেখার কারণে ভাষণটির এই দশা হয়েছে। | |
33 | আমি জানি না, কিন্তু আমি উপলব্ধি করলাম এই ভাষণ তার চিন্তা এবং প্রার্থী হিসেবে নিজেকে যে ভাবে উপস্থাপন করেছিল তার থেকে অনেক দুরে অবস্থান করছে। | |
34 | আমি জানি না, কিন্তু আমি তার হৃদয়ের সাথে নিজেকে যুক্ত করতে পারলাম না। | Mas não me conectei com o coração dela. |
35 | আমি তা পারি নি। | Não pude. |
36 | তবে অন্য কয়েকজন ব্লগার রয়েছে, যারা সংখ্যাগরিষ্ঠ জনতার পছন্দের প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলছে। এই বিষয়টি ব্লগার উলভারিন লিখেছে: | No entanto, existem outros blogueiros pedindo respeito pela escolha da maioria, que é o que o blogueiro conhecido como Wolverine escreveu: |
37 | তিনি এখন আমাদের রাষ্ট্রপতি, তাকে স্বাধীন ভাবে কাজ করার ও নিজেকে প্রমাণ করার সুযোগ দিন, যাতে একজন মহিলা হিসেবে তিনি সামনে এগিয়ে যেতে পারেন এবং কোস্টা রিকার রাষ্ট্রপতির দপ্তরে শান্তিতে কাজ করতে পারেন। একই সাথে কোস্টা রিকার জনগণের তার উপর যে প্রত্যাশা রয়েছে তিনি তা পুরণ করতে পারেন। | Ela é nossa presidente, dêem-na a oportunidade de demonstrar sua independência e provar que ela é bastante capaz como mulher de ir em frente e exercer satisfatoriamente seu cargo como Presidenta da Costa Rica e superar as expectativas do povo, afinal de contas, na Costa Rica somos todos os “ticos” (costarriquenhos) não só a presidenta e sua comitiva. |
38 | সর্বপোরি বলতে পারি, কোস্টা রিকায় কেবল রাষ্ট্রপতি এবং তার দল নয়, আমরা সবাই “টিকোস” (কোস্টা রিকাবাসী)। | |