Sentence alignment for gv-ben-20110213-15677.xml (html) - gv-por-20110211-16786.xml (html)

#benpor
1ভেনেজুয়ালে: হুগো শ্যাভেজের শাসনকাল ১২ বছরে পা দিয়েছেVenezuela: Hugo Chávez completa 12 anos no poder
2রাষ্ট্রপতি হুগো শ্যাভেজ ফ্রিয়াস।Presidente Hugo Chávez Frías.
3ছবি ফ্লিকার ব্যবহারকারী বার্নার্ডো লন্ডির, সিসি বাই-এনসি-এসএ ২. ০ লাইসেন্স-এর অধীনে এটি ব্যবহার করা হয়েছে।Imagem do usuário do Flickr Bernardo Londoy, usada sob licença CC BY-NC-SA 2.0
4আদর্শিক মত পাথর্ক্য যে ভেনেজুয়েলা নামক রাষ্ট্রটিকে দুটি ভিন্ন জাতিতে বিভক্ত করে ফেলেছে তা বোঝার জন্য আপনাকে ভেনেজুয়েলায় বাসবাস করতে হবে না।Você não precisa viver na Venezuela para notar que as diferenças ideológicas dividiram o país em duas nações diferentes.
5তবে এটি সত্যি যে বিশ্বের সব দেশ মানুষের অবশ্যই ভিন্ন ভিন্ন দৃষ্টি থাকবে, বিভিন্ন রাজনৈতিক দল এবং মোর্চা থাকবে, যারা বর্তমান প্রশাসনের পক্ষে বা বিপক্ষে অবস্থান করবে, যা এক শক্তিশালী রাষ্ট্রে দেখা যায়, যেখানে এ সবরের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ সব আলোচনা অনুষ্ঠিত হতে পারে।Embora seja verdade que cada país deva ter pontos de vista diferentes, os partidos políticos e grupos a favor e contra a atual administração para ter um estado saudável, onde as discussões importantes podem ocorrer, a Venezuela se tornou um fenômeno que transcende as diferenças que poderiam ser consideradas “normais” em qualquer outro país latino-americano hoje.
6ভেনেজুয়েলা এমন এক রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে উভয়ের মত পার্থক্যের সীমা ছাড়িয়ে যাওয়া বর্তমানে অন্য যে কোন ল্যাটিন আমেরিকার রাষ্ট্রের চেয়ে “স্বাভাবিক” বলে মনে হবে।
7পরিহাস ক্রমে দুটি দলের মধ্যে একটি সাধারণ বিষয়ে মিল রয়েছে তা হচ্ছে “হুগো শ্যাভেজ”। যিনি ২ ফেব্রুয়ারি, ২০১১ তারিখে তার ক্ষমতায় আরোহণের ১২ বছর পূর্তি উদযাপন করলেন।A única coisa que esses dois lados têm em comum é, ironicamente, o seu presidente, Hugo Chávez, que no dia 2 de fevereiro de 2011 comemorou 12 anos no poder.
8দেশের প্রতিটি ক্ষেত্রে এই বিভাজনের রেখাটি খুবই সুক্ষ।Esta divisão é tangível nas paredes de todas as ruas do país.
9একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা সারা বিশ্ব এমন এক আলোচনার স্বাক্ষী হয়েছে, যাকে আমরা বলছি সোসাইটি ২. ০: ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে এক দল দেশটির ১২ বছর ধরে শাসন করার ক্ষেত্রে সরকার কি কি ভুল করেছে এবং অন্য দল কি ভাবে বিপ্লব অর্জিত হয়েছে তা নিয়ে আলোচনা করছে।Ao mesmo tempo, através de redes sociais, o mundo tem testemunhado os argumentos no que chamamos de sociedade 2.0: venezuelanos fizeram do Twitter sua plataforma para discutir a situação do país e o que, por um lado, significam 12 anos de erros do governo e, por outro, as realizações revolução.
10সেই সব বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে তারা টুইটারকে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছে।Luis Vicente León (@luisvicenteleon), diretor do Datanálisis [es] (Companhia de Pesquisa de Mercado), declara:
11ডাটাএ্যানালাইস [স্প্যানিশ ভাষায়] (বিপণন বিষয়ক গবেষণা কোম্পানী) নামক প্রতিষ্ঠানের মহাপরিচালক লুইস ভিসেন্টে লিওন (@লুইসভিসেন্টেলিওন) ঘোষণা করেছেন:
12১২ বছর পর ভেনেজুয়েলা দুটি অংশে বিভক্ত হয়ে যাবে, কিন্তু একদলের হাতে থাকবে আরো বেশি অর্থ, ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং তারা সংগঠিত হয়ে থাকবে।12 anos depois, a Venezuela está dividia em duas metades, mas uma tem mais dinheiro, poder, controle e coesão
13যদি কেউ একজন এই বিভক্তির বিষয়টি খেয়াল করতে চায়, তাহলে তাকে এর জন্য ২ ফেব্রুয়ারি তারিখে করা টুইটের দিকে তাকালেই হবে।É só olhar para os tuítes de 02 de fevereiro de perceber esta divisão.
14অন্যদিকে সোনিয়া আগুয়ির (@সোনিয়াআগুইর) প্রশ্ন করেছে:Por outro lado, Sonia Aguirre (@soniaguir) pergunta:
15কি ভাবে তারা তাদের দুর্বলতাকে উদযাপন করতে পারে??Como eles podem celebrar a mediocridade??
16১২ বছর ধরে শাসন করাই যে অনেক বেশী, নয় কি???12 anos fazendo isso é um pouco demais, certo?
17ডোমিঙ্গো সিফোন্টেস (@ডেসিফোন্টেস) বলছে:Domingo Sifontes (@dsifontes) diz:
18এস্তেবান [সরকার বিরোধীরা রাষ্ট্রপতিকে এই উপাধিতে উল্লেখ করে] কি আরেকটি সুযোগ পাবার যোগ্য?Porque Esteban [o nome que os oposicionistas usam para se referir ao presidente] merece outra chance?
19তাকে তা দেওয়া হয়েছিল এবং সে দেশটিকে বিভক্ত করে দিয়ে তা নষ্ট করেছে।Ele a teve e jogou no lixo ao dividir o país.
20সে এমন এক পতির মত আচরণ করছ যে তার স্ত্রীকে প্রহার করে।Ele é como um marido que bate na esposa.
21লুইস মানুয়েল গোনজালেজ (@লুইসম্যাক) মন্তব্য করেছে:Luis Manuel González (@Luismac) comenta:
22১২ বছর… কোন শান্তি নাই।12 anos…sem paz
23অন্য অংশ বিপ্লবের ১২ বছর পূর্তি উদযাপন করেছে।O outro lado celebrou os 12 anos da revolução.
24এফএফএম, ফ্রেন্টে ফ্রান্সিসকো ডে মিরান্ডা [স্প্যানিশ ভাষায়], (@এফএমএম_অফিসিয়াল) সংবাদ:FFM, Frente Francisco de Miranda [es], (@fmm_oficial) relata:
25বলিভারিয়ান বিপ্লবের ১২ বছরে জাতীয় সরকার ৫০০ স্কুল স্থাপন করেছে। http://bit.ly/hXfHyD#12revolutionEm 12 anos de Revolução Bolivariana, o Governo Nacional construiu mais de 500 escolas http://bit.ly/hXfHyD#12revolução
26Oscar José Armas G. (@OJarmas) writes:Oscar José Armas G. (@OJarmas) escreve:
27#১২রেভুলিউশন স্বাধীনতা এবং শেকল ভাঙ্গার সময়….#12REVOLUÇÃO de liberdade e de quebra de correntes….
28কনস্তানজা হার্ডি ভি (@কনস্তানজাএইচভি) এই বার্ষিকী উদযাপনের ক্ষেত্রে এক আবেগের মাধ্যমে তার অনুভূতিকে ব্যক্ত করেছে:Constanza Harding V (@ConstanzaHV) compartilha seu sentimento sobre o aniversário com um emoticom:
29#১২রেভিলুউশন ♥#12REVOLUCION ♥
30এই সব বিষয় যে ভিন্নতা তৈরি করছে, তা এখন প্রতিদিন চোখে পড়ার মত বিষয় হয়ে দাঁড়িয়েছে; ১২ বছরে ভেনেজুয়েলা যে বাস্তবতায় পরিণত হয়েছে, তারা আসলে তাই:Estas diferenças marcantes são perceptíveis a cada dia, pois elas são o que a Venezuela se tornou em 12 anos.
31মারিও বেলেন ওটেরো (@মারিয়াবেলেনোওটেরো) দৈনিক সংবাদপত্র এল নাসিওনাল এর প্রদান করা তথ্যে গ্রহণ করেছে এবং সেগুলোকে # “সিফ্রাসডেলডিক্টাডোর” [#স্বৈরশাসকের তথ্য ] নামে একটি তালিকায় অর্ন্তভুক্ত করেছে [স্প্যানিশ]:
32#স্বৈরশাসকের তথ্য: এই মুর্হূতে দেশটিতে ১৫ মিলিয়ন অবৈধ অস্ত্র রয়েছে#এলনাসিওনাল১৩/০৮/২০১০ #স্বৈরশাসকের তথ্য: গত দশ বছরে ভেনেজুয়েলায় আত্মহত্যার হার ১৩৪ শতাংশ বেড়েছে#এলনাসিনাল ১৪/০৮/২০১০Maria Belén Otero (@mariabelenotero) pega dados disponibilizados pelo jornal [oposicionista] El Nacional e os acrescenta a uma lista chamada “#CifrasdelDictador” [#DadosDoDitador] [es]:
33#স্বৈরশাসকের তথ্য:১৯৯৯ সালে দেশটিতে ৪৪ জন অপহৃত হয়েছিল , ২০০৯ সালে তা বেড়ে ৭৯৫ জনে এসে ঠেকেছে।#DadosDoDitador: Existem hoje 15 milhões de armas ilegais no país. #ElNacional 13/08/10
34অর্থাৎ ১০ বছরে অপহরণের হার বেড়েছে ১,৭০৭ শতাংশ।#DadosDoDitador: Nos últimos 10 anos, os homicídios aumentaram 134% na Venezuela.
35#এলনাসিনাল ১৪/০৮/১০#ElNacional 14/08/10
36#স্বৈরশাসকের তথ্য: গত দশ বছরে অপহরণের হার, যা ১৭০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তার মধ্যে অভিযোগ না করা অপহরণের ঘটনাগুলো এর মধ্য যুক্ত করা হয়নি। এলনাশিওনাল ১৪/৮/২০১০#DadosDoDitador:: Sequestros foram de 44 casos em 1999 para 795 reclamações em 2009, o que representa um aumento de 1.707% #ElNacional 14/08/10
37#স্বৈরশাসকের তথ্য: প্রতি ২৭ মিনিটে ভেনেজুয়েলার একজন মানুষ দেশটির অব্যাহত হানাহানির শিকার হয়ে মৃত্যু বরণ করে।#DadosDoDitador:: O crescimento de 1.707% em sequestros nos últimos 10 anos não inclui os casos que não foram denunciados.
38দিনে মারা যায় ৫২ জন।#ElNacional 14/08/10
39#এলনাসিওনাল ২০/৮/২০১০ ঠিক এর বিপরীত দৃষ্টিভঙ্গী রয়েছে, ভেনেজুয়েলা এনালাইসিস-এ জর্জি উইলপের্টের লেখা একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।#DadosDoDitador:: A cada 27 minutos, um venezuelano é vítima mortal da violência: 52 por dia. #ElNacional 20/08/10
40সেখানে সে যুক্তি প্রদান করেছে।Em perspectiva oposta, Venezuelan Analysis publicou um artigo de Gregory Wilpert onde ele argumenta que,
41শ্যাভেজের রাষ্ট্রপতি পদ গ্রহণের মাধ্যম ভেনেজুয়েলা সুনির্দিষ্ট ভাবে বিগত ১২ বছরের গণতান্ত্রিক, পরিপূর্ণ এবং অংশগ্রহণকারী সমাজে পরিণত হয়েছে।A Venezuela fez significante progresso nos últimos 12 anos da presidência de Chávez na criação de um modelo mais igualitário, inclusivo e de uma sociedade participativa.
42উইলপের্ট সরকারের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে অগ্রগতি, একই সাথে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও তারা যে অগ্রগতি লাভ করেছে, সে বিষয়সমূহের নাম উল্লেখ করেছে।Wilpert passa a nomear os avanços do governo nas esferas política, econômica e social, bem como no campo das relações internacionais.
43এছাড়াও তিনি এই সরকার অতীতের ১২ বছরে যে সব সমস্যা এবং বাঁধার সম্মুখীন হয়েছিল সেগুলোর পর্যালোচনা করেছেন।Ele também analisa as deficiências e os obstáculos que o governo tem enfrentado nesses últimos 12 anos.
44হুগো শ্যাভেজের ১২ বছরের শাসন উপলক্ষ্যে যে বার্ষিকী, সময়েও ভেনেজুয়েলার নাগরিকরা যে বিভক্ত তা আরো একবার উন্মোচিত হয়ে পড়েছে।O aniversário do 12 anos de governo de Hugo Chávez expôs novamente a divisão que Venezuela enfrenta.
45কেউ কেউ আশা করছে যে ভেনেজুয়েলা ১২ বছর ধরে যে পথে এগিয়েছে, সেই পথে এগুলো, এদিকে. অন্যরা যত দ্রুত সম্ভব দেশে এক পরিবর্তন ঘটে, সেই আশায় কাজ করে যাচ্ছে।Alguns esperam que a Venezuela irá continuar no curso que tem sido definido nesses 12 anos, enquanto outros anseiam que mudanças venham o mais rapidamente possível.
46২০১২ সালে ডিসেম্বরে ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনের মাধ্যমে তারা ভেনেজুয়েলার সরকারে ভবিষ্যৎ নির্ধারণ করবে।Os venezuelanos vão às urnas novamente em dezembro de 2012 para decidir o futuro do governo venezuelano.