Sentence alignment for gv-ben-20090312-1951.xml (html) - gv-por-20090309-2193.xml (html)

#benpor
1মিশর: ব্লগার মোহামেদ আদেল মুক্তEgito: Blogueiro Mohamed Adel é libertado
2মিশরীয় ব্লগার মোহামেদ আদেলকে মুক্তি দেয়া হয়েছে। তার ব্লগের নাম মায়েত(এরই মাঝে মৃত!) এবং ২১শে নভেম্বর, ২০০৮ থেকে বন্দী অবস্থায় ছিলেন তিনি।O blogueiro egípicio Mohammad Adel, que escreve no blog Maeit (já apagado) e que estava preso desde 21 de novembro de 2008, foi libertado.
3আহমেদ আব্দেল ফাতাহ এখানে উপরোক্ত ঘোষণা দিয়েছেন আর আরাবউই তার ব্লগে ঘোষণা করেছেন যে মায়েতকে অচিরেই মুক্ত করা হবে।Ahmed Abdel Fattah anunciou aqui e Arabawy anunciou em seu blog que Maeit seria libertado.
4কারিম বেহেরি লিখেছেন:Karim Beheiry escreveu:
5‘মায়েত' ব্লগ এর লেখক মোহামেদ আদেলের মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম স্টেট সিকিউরিটি পাবলিক প্রসিকিউশন যাকে আটক করা হয়েছিল ৩ মাসেরও বেশী সময় আগে।A Corte Suprema de Segurança assinou uma ordem de libertação para Mohamed Adel dono do blog “Maeit” que foi preso há mais de 3 meses.
6মায়েতের বিরুদ্ধে অভিযোগ ছিল হামাসকে সমর্থন করছে এমন ইন্টারনেট- ভিত্তিক গোপন সশস্ত্র দলের সাথে যুক্ত হওয়ার।Maeit foi acusado de ter se afiliado a um grupo armado secreto, com base na internet, que estaria apoiando o Hamas.
7এই কথাগুলো লেখার মুহূর্ত পর্যন্ত আদেল সুপ্রিম স্টেট সিকিউরিটি পাবলিক প্রসিকিউশন এর হেফাজতে আছে আর আক্ষরিক অর্থে মুক্ত না।Até o momento em que escrevo essas palavras, Adel ainda está sob a custódia da Corte Suprema de Segurança e literalmente não está livre.
8ইজিওয়ার্কার্স ব্লগ আন্তরিকভাবে আদেল, তার পরিবার আর তার বন্ধুদের অভিনন্দন জানিয়েছে আর আশা করেছে যে শীঘ্রি তাকে মুক্ত করা হবে।O blog EgyWorkers dá os sinceros parabéns a Adel, sua família e amigos, e espera que ele seja libertado em breve.
9মোহামেদ আদেলের গ্রেপ্তারের ব্যাপারে আরো তথ্য পাওয়া যাবে এখানে, এখানে আর এই ফেসবুক গ্রুপে।Mais informações sobre a prisão de Mohamed Adel podem ser encontradas aqui [en], aqui [en], e ainda nesse grupo no facebook.