# | ben | por |
---|
1 | ইরান: মিশরের গণ জাগরণ তীব্রভাবে ইরানের গ্রীন মুভমেন্ট নামক আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে | Irã: Revolta no Egito, um lembrete vívido do Movimento Verde no Irã |
2 | এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Este post é parte de nossa cobertura especial Egypt Protests 2011 [ Protestos no Egito 2011]. |
3 | সম্প্রতি মিশরের প্রতিবাদ বিক্ষোভে এবং একটিভিস্টদের সামাজিক প্রচার মাধ্যম ব্যবহার করার বিষয়টি কয়েকজন ইরানী নাগরিককে, ২০০৯ সালে ইরানে রাষ্ট্রপতি নির্বাচন উত্তর “গ্রীন মুভমেন্ট” নামক আন্দোলনের কথা তীব্রভাবে স্মরণ করিয়ে দিচ্ছে। | Para vários blogueiros iranianos, os atuais protestos egípcios [en] e uso das mídias sociais pelos ativistas, são um lembrete vívido do“Movimento Verde” pós eleitoral do Irã, em 2009 [en]. |
4 | রাস্তায় বিক্ষোভ দমন এবং অনলাইনে সেন্সরশিপ প্রথা বলবৎ করার ক্ষেত্রে দৃশ্যত মিশরীয় সরকার ইরানের পদক্ষেপ অনুসরণ করছে। | O governo do Egito, aparentemente também seguiu os passos do Irã quando se trata de repressão nas ruas e censura online. |
5 | ইরান এবং মিশরের নাগরিকদের কি ভাবে ফেসবুক প্রচারণা, বিক্ষোভ সংগঠিত করতে সাহায্য করেছে, ভিওনা তার তুলনা করছে এবং ভদ্রমহিলা বলছে, মিশরে স্বৈরশাসক বিরোধী আন্দোলনকে বেগবান হতে দেখে তিনি আনন্দিত [ফারসী ভাষায়]। | Viona traça paralelos entre a forma como ambos os iranianos e egípcios criaram campanhas no Facebook para ajudar a organizar manifestações, e diz que está feliz em ver o movimento anti-ditadura no Egito crescendo [fa]. |
6 | সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষদের জন্য গ্রীন ওয়েভ নামক আন্দোলন ছিল এক শিক্ষা। এই বিক্ষোভ চলতে থাকার ক্ষেত্রে সে অনেক আশা নিয়ে লিখছে যে, “আমাদের শহীদের রক্ত বৃথা যাবে না” । | “A Onda Verde foi uma lição para todos os amantes da liberdade em todo o mundo “, ela escreve com grandes expectativas para o que vai acontecer enquanto continuam os protestos [no Egito]. |
7 | কৌতুহলের বিষয়, ইরানের ব্লগ গ্রীন রিফর্মআগস্ট ২০১০-এ ভবিষ্যদ্বাণী করেছিল যে এ রকম কিছু ঘটতে যাচ্ছে [ফারসী ভাষায়]। | “O sangue dos nossos mártires não foi desperdiçado.” Curiosamente, o iraniano blog Green Reform [Reforma Verde] previu que algo como isso poderia acontecer [fa] em agosto de 2010. |
8 | মিশর গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। | O Egito está caminhando em direção à democracia. |
9 | মুবারকের শাসন দুর্বল হয়ে পড়েছে এবং জনতার ক্ষোভ ক্রমশ বাড়ছে। | O regime de Mubarak está doente e a insatisfação das pessoas está aumentando. |
10 | দেশটির ৩০ শতাংশ নাগরিক বেকার। | 30 por cento da população está desempregada. |
11 | ইন্টারনেট এবং ফেসবুক মিশরের রাজনৈতিক জীবন এবং নাগরিক সামাজের মধ্যে নতুন দল তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। | A internet e o Facebook são instrumentos para novos grupos na vida política do Egito e na sociedade civil. |
12 | ইরানগ্রীনরেভ্যুলিউশন বলছে [ফারসী ভাষায়]: | Irangreenrevolution diz [fa]: |
13 | …মধ্যপ্রাচ্যে গণতন্ত্র ক্রমশ এগিয়ে যাচ্ছে। | …Democracia está avançando no Oriente Médio. |
14 | তিউনিশিয়ার গণ জাগরণের ধাক্কা এখন মিশর আর ইয়েমেনে এসে লেগেছে। | O levante na Tunísia está se estendendo ao Egito e Iêmen. |
15 | ইরানের গ্রীন মুভমেন্টের নেতার কেন নীরব রয়েছে? | Porque os líderes do Movimento Verde estão calados? |
16 | জনতা ইরানের ইসলামিক এই শাসন ব্যবস্থাকেও অপসারণ করতে সক্ষম। | O povo pode derrubar o regime islâmico no Irã também. |
17 | ইরানের আরেকজন ব্লগার তেওয়াত্তার বলছে [ফারসী ভাষায়]: | Tweatter, outro blogueiro iraniano diz [fa]: |
18 | তিউনিশিয়া এখন মুক্ত এবং শীঘ্রই মিশর এবং ইয়েমেন মুক্ত হয়ে যাবে। | A Tunísia está livre e logo o Egito e o Iêmen estarão livres também. |
19 | ওই সমস্ত দেশের বিরোধী নেতা এবং জনতা একই একই শব্দ উচ্চারণ করেছে। | Os líderes da oposição e as massas nestes países falam a mesma língua. |
20 | “প্রতিষ্ঠান সংস্কারপন্থীরা” ইরানের প্রতিবাদ আন্দোলনের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে। | “Reformistas do Establishment” quebraram a espinha do movimento de protesto no Irã. |
21 | এদিকে কিছু ইসলামিক প্রজাতন্ত্রপন্থী ব্লগার, যেমন দোনইয়ায়ে সায়াসাত, মিশরে মুসলিম ব্রাদারহুডের ভূমিকার উপর মনোযোগ প্রদান করেছে। | Enquanto isso, alguns dos blogueiros pró-República Islâmica, como Donyaye Syasat, têm-se centrado no papel da Irmandade Muçulmana no Egito. |
22 | সে ফারসী ভাষায় ইব্রাহিম মুনিরের এক সাক্ষাৎকার তুলে ধরছে। | |
23 | ইব্রাহিম মুনির মিশরে মুসলিম ব্রাদারহুড নামক দলের অন্যতম এক নেতা। তিনি বলেছেন, মিশরের পরিস্থিত এতটাই খারাপ যে, তিনি মনে করেন না সরকারের সামরিক বাহিনী, লোকজনকে দমাতে পারবে। | Ele compartilha [fa] uma entrevista em persa com Ibrahim Munir, um dos líderes da Irmandade Muçulmana, que afirma que a situação no Egito está tão ruim que ele não acredita que a força militar do governo possa parar as pessoas. |
24 | ইরানের এক জনপ্রিয় ওয়েব কমিউনিটির নাম বালাতারিন, সেখানে মিশরের প্রতিবাদ আন্দোলনের উপর প্রকাশিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অজস্র লিঙ্ক প্রদান করা হয়েছে। | No Balatarin, uma comunidade online iraniana popular, inúmeros links foram compartilhados enviando para artigos de notícias internacionais sobre o movimento de protesto egípcio. Este post é parte de nossa cobertura especial Egypt Protests 2011 [ Protestos no Egito 2011]. |