Sentence alignment for gv-ben-20121117-32967.xml (html) - gv-por-20121116-36826.xml (html)

#benpor
1“গাজায় বৃষ্টির মত বোমা পড়ছে”“Bombas caem do céu como se fossem chuva em Gaza”
2গাজাবাসীরা এক বিনিদ্র রাত কাটিয়েছেন যখন ইজরায়েল ফিলিস্তিনি অংশে ক্রমাগত বোমা ফেলে গেছে।Residentes de Gaza passaram toda a noite do dia 14 de Novembro acordados, enquanto Israel atacava o enclave Palestino.
3গতকাল (১৪ই নভেম্বর) এক বিমান হামলায় হামাস সামরিক নেতা আহমেদ আল জুবেরীর মৃত্যুর পর ইজরায়েল এবং গাজার মধ্যে বন্দুকের গুলি বিনিময় শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে - যার জের এখনও চলছে।A situação se agravou quando Israel e Gaza trocaram bombardeamentos - o que se esticou para o dia 15 de Novembro -, depois que Israel matou Ahmed Al-Jabari, líder militar do Hamas, durante o ataque aéreo noturno em Gaza.
4পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চলমান এই সংঘর্ষে এ পর্যন্ত ১৩ জন গাজাবাসী এবং তিনজন ইজরায়েলী মৃত্যুবরণ করেছে।De acordo com reportes da imprensa, essa ofensiva de fogo resultou em 13 Gazenses e três Israelenses mortos.
5টুইটারে এবা রেজাক ফিলিস্তিনি শহীদদের কথা বলছেন:No Twitter, Ebaa Rezeq põe abaixo o número de mortos no lado Palestino:
6@Gazanism (গাজানিজম): মৃতের সংখ্যা এ পর্যন্ত - ১৫ জন শহীদ (যার মধ্যে তিনজন শিশু, একজন পোয়াতী নারী এবং দুজন বৃদ্ধমানুষ), আর আগতের সংখ্যা ১৪০ এর অধিক #গাজা@Gazanism: O número de mortos até o momento: 15 mártires (dentre eles, três crianças, uma mulher grávida de gêmeos e dois idosos), mais de 140 feridos #Gaza
7খালেদ শাওয়া তার পড়শীর বাড়ির ছবি প্রকাশ করেছেন যা ইজরায়েল কর্তৃক বোমা ফেলার পর জ্বলছে।Khaled Shawa partilha fotografia de uma casa em chamas no seu bairro, depois de ser bombardeada por Israel.
8ছবি @KhaledShawa(খালেদ শাওয়া) এর সৌজন্যে।Crédito pela foto: @KhaledShawa
9ওয়ায়েল উদা তার চারপাশে বোমার তীব্রতার কথা বলছেন:Wael Ouda descreve a intensidade do bombardeamento próximo a ele:
10@WillOuda (উইলউদা): ড্রোন বোমাগুলো যেন বসার ঘরে হেঁটে হেঁটে ঢুকছে.. এতই বিকট শব্দ মাথার উপরে।@WillOuda: Os drones estão praticando “a andar” na sala de estar… muito ruído acima de nossas cabeças.
11#গাজা#Gaza
12আরেকটি টুইটে তিনি চলমান সহিংসতার মানবিক মূল্যের কথা বলছেন:Em outro tweet, ele compartilha as perdas humanas, com um balanço da sessão de ataques:
13@WillOuda(উইলউদা): মৃতের সংখ্যা: ১৪-১৫ এবং আহতের সংখ্যা ১২০ এর ও বেশী #গাজা।@WillOuda: Número de mortos: 14/15 mortos e +120 feridos #Gaza
14গাজা আক্রান্ত, ছবি টুইটার থেকে @journeytogaza (জার্নি টু গাজা) এর সৌজন্যে।Gaza sob ataque. Foto partilhada por @journeytogaza no Twitter
15এবং মাজেদ আবুসালামা জানাচ্ছেন:E Majed Abusalama exclama:
16@MajedAbusalama: উত্তর গাজায় বোমা পড়ছে যেন বৃষ্টির মত #গাজাআক্রান্ত@MajedAbusalama: Bombas caem do céu como se fosse chuva no norte de #Gaza #GazaUnderAttacks
17অন্যদিকে আবু ওমর একটি অদ্ভুৎ ভিডিও তুলে দরেছেন যেখানে দেখা যাচ্ছে যে গাজার কিছু শিশু বোমাবর্ষণের মধ্যে ফুটবল খেলছে:Enquanto isso, Abu Omar publica um vídeo surreal no YouTube, intitulado (em tradução livre para o Português) “As Crianças de Gaza Estão a Jogar Futebol apesar do Bombardeamento”:
18এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের খেলার সময় পেছনের দিকে বিষ্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।O vídeo mostra crianças jogando - enquanto explosões continuam ao fundo.
19ওলা আনান বলছেন:Ola Anan comenta:
20@olanan (ওলা আনান): #গাজাআক্রান্ত অথচ কতিপয় শিশু রাস্তায় ফুটবল খেলেই যাচ্ছে!@olanan:#GazaUnderAttack [Gaza sob ataque] e contudo um grupo de crianças decidiu jogar futebol na rua!
21বিশ্ব দেখ এই আমাদের জীবন!Nós ensinamos sobre a vida, mundo!
22এবং মাজেদ আবুসালামা যোগ করছেন:Majed Abusalama complementa:
23@MajedAbusalama (মাজেদ আবুসালামা): গাজায় আমাদের মনোবল চাঙ্গা রয়েছে।@MajedAbusalama: Nossa moral está alta em Gaza.
24তাদের সবকিছু ধ্বংস করতে দাও, আমাদের সন্তানদের হত্যা করতে দাও, কিন্তু তারা কখনই আমাদের ইচ্ছাশক্তি বা স্বপ্নকে হত্যা করতে পারবে না।Que eles destruam tudo e matem nossas crianças, mas eles nunca serão capazes de matar nossa vontade e nossos sonhos.
25খোদার ইচ্ছায় আমরা স্বাধীন হবই!À liberação, pela vontade de Deus!
26মানুষ একটি বেকারীর বাইরে ভীড় করছে।Pessoas fazem fila em padaria para conseguir pão em Gaza.
27ছবি টুইটার থেকে @sarahussein (সারা হুসেইন) এর সৌজন্যে।Foto partilhada no Twitter por @sarahussein
28ইতিমধ্যে সাংবাদিক সারা হুসেন, যিনি গাজায় প্রবেশ করতে পেরেছেন, একটি ছবি শেয়ার করেছেন।A jornalista Sara Hussein, que conseguiu entrar em Gaza ontem, dia 15 de Novembro, compartilha uma foto de pessoas fazendo fila em frente a uma padaria.
29তিনি টুইট করেছেন:Ela tuitou:
30@sarahussein (সারা হুসেন): yfrog.com/nws02mjj #গাজায় বেকারীর বাইরে লাইন।@sarahussein: yfrog.com/nws02mjj Fila em padaria de #Gaza.
31মানুষ খাদ্য সংকটের আশংকা করছে #ইজরায়েল #ফিলিস্তিনিAs pessoas temem escassez de alimento.
32এখন কি?#Israel #Palestinos
33জার্নি টু গাজা ভাবছে যদি ইজরায়েল কর্তৃক একটি আক্রমন হয়:O que está por vir? O perfil Journey to Gaza indaga se vai haver uma invasão por terra:
34@journeytogaza (জার্নি টু গাজা): ইজরায়েলী ক্যাবিনেট কর্তৃক গাজায় সামরিক অভিযানের কোন খবর হয়েছে কি?@journeytogaza: Alguma notícia sobre decisão do governo de #Israel em lançar uma invasão em #Gaza?
35টুইটার হ্যাশট্যাগ:Hashtags no Twitter:
36টুইটারের নিম্নলিখিত হ্যাশট্যাগ গুলি দেখতে পারেন আরও তথ্যের জন্যে: #PrayForGaza (#গাজারজন্যেপ্রার্থনা), #GazaUnderAttack (#গাজাআক্রান্ত) and #Gaza (#গাজা).Para mais conversações no Twitter, acompanhe as hashtags: #PrayForGaza [Reza Por Gaza], #GazaUnderAttack [Gaza sob ataque] e #Gaza.
37আরও পড়ার জন্যে:Leituras complementares:
38মন্ডোওয়াইস: দুইটি নতুন তথ্যভান্ডার: গাজায় ইজরায়েলী হামলার সময়সূচী এবং অস্ত্রবিরতি ভাঙ্গায় ইজরায়েলের রেকর্ড।Mondoweiss: Dois novos recursos: Linha do tempo do agravamento da ofensiva Israelense em Gaza, e o histórico de quebra de cessar-fogo por Israel [en]
39দা গার্জিয়ান: ইজরায়েল এবং গাজা সন্ত্রাসীদের মারনঘাতী সংঘর্ষ - সাম্প্রতিক খবরThe Guardian: Militantes de Israel and Gaza em trocas fatais - atualizações em tempo real [en]