Sentence alignment for gv-ben-20090124-1571.xml (html) - gv-por-20090124-1529.xml (html)

#benpor
1২০০৯ সালের ব্লগিস প্রতিযোগীতার জন্য যে সমস্ত আফ্রিকার ব্লগ মনোনয়ন পেয়েছেBlogues africanos nominados para o prêmio Bloggies 2009
2নবম বাৎসরিক ওয়েবব্লগ পুরস্কার: ২০০৯ ব্লগিস প্রতিযোগীতার জন্য মনোনয়ন চাওয়া হয়েছে জানুয়ারীর ১ তারিখ থেকে জানুয়ারীর ১৯ তারিখ পর্যন্ত।As nominações para a nona edição do prêmio anual de blogues, o Bloggies 2009, começaram em 1º de janeiro e foram encerradas no dia 19 último.
3উদ্যোক্তাদের ওয়েবসাইট অনুযায়ী ব্লগিস হচ্ছে সবচেয়ে লম্বা সময় ধরে চলা ব্লগের জন্য পুরস্কার। ব্লগ পাঠকের মতামতের ভিত্তিতে পুরস্কারের জন্য মনোনয়ন এবং চুড়ান্ত বিজয়ীকে নির্বাচন করা হয়।De acordo com o site oficial, o Bloggies é o mais antigo prêmio da internet, e as nominações e a seleção de finalistas são definidas por leitores de blogues.
4বিজয়ীয় জন্য পুরস্কার ২০০৯ আমেরিকান সেন্ট!O vencedor do prêmio ganhará 2,009 centavos de dólar!
5প্রতিযোগীতার সেরা আফ্রিকার ওয়েবব্লগ বিভাগে পাঁচটি ব্লগ মনোনয়ন পায়:Cinco blogues foram nominados para a categoria Melhor Blogue Africano:
6বিইং ব্রেইজেন: এটি দক্ষিন আফ্রিকার একটি ব্লগ।Being Brazen [en]: É um blogue da África do Sul.
7এই ব্লগারের জীবন বৃত্তান্ততে লেখা রয়েছে:Segundo o perfil da blogueira [en]:
8আমি রহস্যময়ী, দিবাস্বপ্ন দেখা এক ২০ বছরে পা দেওয়া মানুষ, যে কিনা ভালোবাসা, ঈশ্বর, এবং শব্দের ক্ষমতায় বিশ্বাস করে। খোলা মনের একজন, যার বিশ্বাস হাসি হচ্ছে সবচেয়ে সেরা ওষুধ।Sou uma pessoa peculiar, sonhadora, de 20 e poucos anos, que acredita no amor, em Deus, no poder das palavras, em ter uma mente aberta e que o riso é provavelmente o melhor remédio.
9আমি উড়তে পছন্দ করি না।
10আমরা ভীড় ভালো লাগে না। লাইনে দাড়িয়ে থাকা আমার অপছন্দ।Eu não gosto voar, de lugares lotados, de ficar em pé em filas e da maioria dos insetos.
11আর বেশীর ভাগ পোকাকে আমি পিষে ফেলি।Eu tropeço em stilettos.
12আমি ছুরিতে আঁছড়ে পরি।Escrevo para ficar sã.
13মানসিক সুস্থতার জন্য আমি লিখি। অ্যাপফ্রিকা: আফ্রিকার সাম্প্রতিকতম প্রকাশিত খবর নিয়ে এক ওয়েব পোর্টাল।Appfrica [en]: Um portal na web que abriga as últimas notícias relacionadas à inovação, educação e empreendorismo em tecnologia na África.
14এটি আফ্রিকার নব আবিস্কার, শিক্ষা এবং প্রযুক্তিগত উদ্যোগ সংক্রান্ত খবর দিয়ে থাকে।
15গ্লাড টু বি এ গার্ল: এটি দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ ভিত্তিক একটি ব্লগ।Glad To Be a Girl [en]: Uma blogueira da África do Sul com base em Johannesburg.
16লেখিকার জীবন বৃত্তান্ত:O perfil dela:
17আমার মানসিকতা ছেকে এবং আমার প্রতিভার আবিস্কার শেষে আমার মধ্যে বিনম্রতা ঢেলে দেওয়া হয়েছে।Filtre a minha loucura e deleite-se em minha genialidade!
18ব্যাঙ্গোক্তিই হচ্ছে আমার পছন্দের হাতিয়ার।A modéstia que goteja de mim enche baldes ;) O sarcasmo é a minha arma por escolha.
19খ্রিষ্টান, মুসলিম এবং ইহুদিরাই কেবল আমার চেয়ে একটি বেশী ঈশ্বরে বিশ্বাস করে।Cristãos, muçulmanos e judeus só acreditam em um Deus a mais do que acredito.
20ওয়েস্ট আফ্রিকা উইনস অলওয়েজ: এই ব্লগের লেখিকা হচ্ছে সাংবাদিক পওলিন, যিনি ২০০৩ সাল থেকে আইভরি কোস্টে বাস করছেন।West Africa Wins Always: Este é um blogue de Pauline [en], jornalista que mora na Costa do Marfim desde 2003.
21সব শেষে রয়েছে স্কারলেট লায়ন ব্লগ। এর লেখিকা লাইবেরিয়ায় বাস করা এক সাংবাদিক।E para encerrar mas nem por isso menos importante, Scarlett Lion [en]: blogue de uma jornalista com base na Libéria.
22তার নিজের ভাষায়:Em suas próprias palavras [en]:
23ফটোগ্রাফার, লেখক, সাংবাদিক।Fotógrafa, escritora, jornalista.
24জীবনকে এমন ভাবে দেখি যে জীবন যেন এক রেকর্ড বা তথ্য এবং তা ইতিহাস তৈরী করে।Passando a vida com um olho no sentido de criar registros e estórias.
25আগে উগান্ডায় ছিলাম এবং এখন লাইবেরিয়া।Anteriormente da Uganda, agora da Libéria.
26এই ব্লগ কৌতুহল, হতাশা, এবং কিছু মতামত সৃষ্টি করেছে, আর কিছু ছবি।Este blog apresenta curiosidades, cinismo e comentários.
27ভোট প্রদান শেষ হবে ফেব্রুয়ারীর ২ তারিখে এবং বিজয়ীদের নামের তালিকা মার্চ মাসে আমেরিকার দক্ষিনে টেক্সাসের অস্টিনে সাউথওয়েস্ট ইন্টারএ্যাকটিভ ফেস্টিভাল-এ ঘোষণা করা হবে ।E algumas fotos. A votação termina em 2 de fevereiro, e os vencedores serão anunciados em março, em Austin, no Texas, EUA no Southwest Interactive Festival.