# | ben | por |
---|
1 | মিশর: সামরিক বাহিনী কি জনতার পক্ষে? | Egito: Está o exército do lado do povo? |
2 | এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Este post é parte de nossa cobertura especial Protestos no Egito em 2011. |
3 | আজ সারা দেশ জুড়ে এক ব্যাপক বিক্ষোভে অনুষ্ঠিত হয়েছে, সেই কারণে রাতের বেলা সান্ধ্য আইন জারীর বিষয়টি প্রয়োগের জন্য সামরিক বাহিনীকে তলব করা হয়েছে। | Na sequência de protestos em todo o Egito hoje, o Exército foi destacado [en] para fazer valer o toque de recolher durante a noite. |
4 | টুইটারে এই সংবাদটি বিস্ময়ের সাথে গ্রহণ করা হয়, সংবাদে প্রকাশ যে সামরিক বাহিনী জনতার পক্ষাবলম্বন করেছিল। | No Twitter, a notícia foi recebida com surpresa, com relatos de que o Exército estava do lado do povo. |
5 | নীচে সারা দেশ থেকে পাঠানো টুইটারে মধ্যে নির্বাচিত কয়েকটি অংশ তুলে ধরা হয়েছে। | A seguir, uma seleção de tuítes de toda a região. |
6 | আলেকজান্দ্রিয়া থেকে আল জাজিরা ধারণা দিচ্ছে যে, মিশরীয় সামরিক বাহিনী সিদ্ধান্ত নিয়েছে তারা কোন দিকে থাকবে এবং তারা মুবারকের পক্ষে নয়- তারা বিক্ষোভকারীদের সাথে হাত মেলাচ্ছে। | @flashboy: Reportagem da Al Jazeera de Alexandria sugere que o exército egípcio decidiu de que lado está, e não é do lado de Mubarak - apertando as mãos dos manifestantes |
7 | আরটি@ব্রেকিংনিউজ: মিশরের সেনাবাহিনীকে রাস্তায় নেমে পড়ার আদেশ দেওয়া হয়েছে-কিন্তু দেখে মনে হচ্ছে না তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে-এনবিসি-এর রিচার্ড এনজেল#ইজিপ্ট#জান২৫ | @news_view RT @BreakingNews:Exército egípcio enviado para as ruas, mas eles NÃO parecem estar agindo contra os manifestantes - Richard Engel da NBC #Egito #Jan25 |
8 | আরটি@হেইলগালভাটরন: কায়রোর বিক্ষোভকারীরা এক সামরিক যান ঘেরাও করে রেখেছে, কিন্ত তারা সামরিক বাহিনীর সদস্যের প্রতি উল্লাস ধ্বনি প্রদান করছে। | @terriaminute: Manifestantes no Cairo cercaram um veículo militar, mas eles estavam aplaudindo o exército http://bit.ly/f6WPYV #jan25 #fantástico @SultanAlQassemi Precisa ver: Egípcios saudando massiva presença do exército no centro do Cairo. |
9 | আরটি@ড্যানিরামাদান: কাসার আল-নীল নামক সেতুর উপর চারটি সামরিক বাহিনীর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং বিক্ষোভকারীরা তার উপর উঠে উল্লাস ধ্বনি প্রদান করছে এবং মিশরের পতাকা নাড়ছে। | #jan25 http://yfrog.com/h4a0rgj @DannyRamadan: Quatro veículo do exército na ponte Qasr al-Neel e manifestantes estão em cima dele comemorando e balançando bandeiras egípcias. |
10 | দেখে মনে হচ্ছে সব কিছু শান্ত রয়েছে। | Parece pacífico. |
11 | #জান২৫ | #jan25 |
12 | লোকজন কায়রোর রাস্তায় টহল দেওয়া সামরিক বাহিনীর সদস্যদের প্রতি উল্লাসধ্বনি প্রদান করছে। | @ReneeEverett: Pessoas aplaudindo o exército nas ruas do Cairo. #Egito |
13 | মনে হচ্ছে সামরিক বাহিনী বিপ্লবের পক্ষ- তিউনিশীয় যে বিপ্লব মিশরকে আক্রান্ত করেছে, তা দীর্ঘজীবী হোক। #ইজিপ্ট#তিউনিশফিভার#জানু২৫ | @ShahbazWeb: Parece que o exército está com a revolução. longa vida à Febre de Túnis #Egito #FrebredeTunis #jan25 |
14 | প্রতিবাদকারীদের সাথে সামরিক বাহিনীর সদস্যরা যোগ দিচ্ছে!!! | @shamanyalkhaili Exército juntando forças com os protestos !!! |
15 | অন্য কথায় বলা যায়, যদি সামরিক বাহিনী নিরস্ত্র প্রতিবাদকারীদের উপর গুলি চালানোর সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের যুক্তরাষ্ট্র কর্তৃক সরবরাহকৃত হার্ডওয়্যার দিয়ে গুলি করতে হত। | @lishypo: “Em outras palavras, se o exército decidir atirar contra uma multidão de manifestantes desarmados, será atirar com armamento forte fornecido por os EUA” |
16 | সিএনএন:সারা দেশে কারফিউ জারী করা হয়েছে। #ইজিপ্ট। | @strangetales CNN: Toque de recolher em todo o país agora em vigor para o #Egito. |
17 | কেউ তা পালন করছে না। | Ninguém está obedecendo. |
18 | কেউ তা পালন করার জন্য জোর করছে না। | Manifestantes aplaudem o apoio do exército. #jan25 |
19 | সামরিক বাহিনীর সমর্থনকে বিক্ষোভকারীরা উল্লাস ধ্বনির মাধ্যমে স্বাগত জানাচ্ছে। | |
20 | #২৫ এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | |