# | ben | por |
---|
1 | ছবিতে ভারতের কেরালার ‘থিয়াম’ উৎসব | FOTOS: ‘Theyyam’, a festa dos deuses na Índia |
2 | নারিকোদের বিষ্ণুমুর্তি। | Vishnumoorthi em Narikode. |
3 | ছবি তুলেছেন শাজি মুল্লক্কোরান। | |
4 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Imagem por Shaji Mullookkaran, usada com permissão |
5 | ভারতের উপকূলীয় এলাকা কেরালায় প্রতিবছর নভেম্বর মাসে শীতের শুরুতে থিয়াম উৎসব অনুষ্ঠিত হয়। | |
6 | এটি একটি লোক উৎসব। আদিবাসী নৃত্য-গীত আর উঁচু লয়ের ড্রাম বিটের সাথে মনোমুগ্ধকর গল্পবলার মধ্যে দিয়ে হাজারখানেক মন্দিরে এই উৎসব পালন হয়ে থাকে। | Na Índia, junto com o início do inverno no litoral de Kerala e na região ao redor, começa o ritual de Theyyam [en], que é realizado em mais de mil templos, sendo conhecido pelas batidas dos tambores, danças indígenas e narrativas encantadas. |
7 | সাধারণত সমাজের নিম্নশ্রেণির মানুষেরা থিয়াম উৎসবে অংশ নিয়ে থাকেন। | |
8 | উৎসবে বলা সব গল্প এবং গানে সমাজব্যবস্থা এবং উঁচুতলার মানুষের নিষ্ঠুরতার ছবি ফুটে উঠে। | As castas mais populares participam do festival e, por isso, todas as histórias e músicas revelam a crueldade do sistema e das castas mais altas. |
9 | থিয়াম উৎসবের মূল ব্যাপার হলো, যখন আর সবকিছুর দরজা বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বর একজন সাধারণ মানুষের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করেন। | |
10 | ওই মানুষটি তখন ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হন। | |
11 | খ্যাতিমান ব্রিটিশ লেখক উইলিয়াম ডালরিম্পলের “নাইন লাইভস” নামে একটি বই আছে। | O ritual Theyyam é a manifestação de deus num ser humano, que recebe um status divino. |
12 | সেখানে তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন, থিয়াম উৎসবের শুরুতে কখন একজন সাধারণ মানুষ কিছু সময়ের জন্য দেবতায় পরিণত হন: | |
13 | ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি থিয়ামের এই কয় মাসে এটি ঘটে। | No livro “Nine Lives” (Nove vidas) [en], William Dalrymple escreveu sobre esta manifestação divina: |
14 | আমরা আমাদের ধরাবাঁধা কাজ ছেড়ে দেই। | Apenas durante a temporada de Theyyam - de dezembro a fevereiro. |
15 | এই কয় মাস আমরা থিয়াম শিল্পী, আমরা দেবতা হয়ে যাই। | Deixamos nossos empregos e nos tornamos artistas. |
16 | তখন আমাদের সবকিছুর পরিবর্তন ঘটে। | Nós nos tornamos deuses nestes meses. |
17 | এ সময়ে আমরা মাছ, মাংস খাই না। | Tudo muda. |
18 | স্ত্রী'র সাথে ঘুমানো আমাদের জন্য নিষিদ্ধ হয়ে যায়। | Não comemos carne ou peixe e estamos proibidos de dormir com nossas esposas. |
19 | আমরা গ্রামের সবার জন্য আর্শীবাদ বয়ে আনি। অশুভ আত্মাদের তাড়িয়ে দিই। | Trazemos bençãos para a aldeia e os aldeões, e também exorcizamos os maus espíritos. |
20 | আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা এবং ইচ্ছাপূরণের মাধ্যম হিসেবে ব্যবহৃত হই। | Nós somos o veículo através do qual as pessoas podem agradecer aos deuses por atenderem suas orações e concederem seus desejos. |
21 | আমাদের মতো দলিতদের সাথেও গোঁড়া ব্রাক্ষণ রাও আমাদের পুজা করে, পায়ের ধুলো নেয়ার জন্য লাইন দেয়। | |
22 | থিয়াম উৎসব নিয়ে অজস্র গল্প এবং গবেষণা রয়েছে। তবে এ অঞ্চলের বাইরের লোকদের কাছে এটা এখনো রহস্যই রয়ে গেছে। | Apesar de sermos todos Dalits (intocáveis), até mesmo o mais intolerante e discriminador Namboodiri Brâmanes vêm nos adorar, entrando na fila para tocar nossos pés. |
23 | এ উৎসবের বেশিরভাগ কিছুই রাতে পালন করা হয়। আবার এর কিছু কিছু জিনিস দেখা নারীদের জন্য সম্পূর্ণ নিষেধ। | Há muitas histórias e pesquisas sobre o Theyyam, mas o ritual continua a ser um mistério para muitas pessoas que não pertencem à região. |
24 | এতো কিছু সত্ত্বেও, সোশ্যাল মিডিয়ায় এই উৎসবের ব্যাপক উপস্থিতি রয়েছে। | A maioria deles são realizados à noite e alguns restringem até participação das mulheres como observadoras. |
25 | অনেকে থিয়াম উৎসবের ছবি ফেসবুকে নারিকোদেথিয়াম২০১৪ হ্যাশট্যাগের মাধ্যমে আপলোড করছে। | O festival também tem uma presença na mídia social. No Facebook, as pessoas adicionam fotos de Theyyam através da hastag NarikodeTheyyam2014. |
26 | অনিমেষ জেভিয়ার নামের একজন শিল্পী এবং গুগল প্লাস ব্যবহারকারী একটি টিভি স্টেশনের ওয়েবসাইটে উৎসব নিয়ে একটি আলোচনা লিখেছেন। এবং থিয়াম উৎসবের ছবি নিয়ে স্কেচ এঁকেছেন। | Animesh Xavier [hi], um artista e blogueiro no google plus (Google+), escreveu um comentário sobre o evento [hi] para o site de uma rede de TV e fez alguns desenhos a partir de cenas [hi] das festividades. |
27 | ফটোগ্রাফার, ব্লগার শাজি মুল্লুক্কারানের বাড়ি কেরালার কান্নুরের নারিকোদে। তিনি গুগল প্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন উৎসবে যোগ দিয়ে থিয়াম ফটোওয়াকে অংশ নেয়ার জন্য। | Shaji Mullookkaran [hi], um ávido fotógrafo e blogueiro, postou um convite em seu Google Plus convidando a todos para juntarem-se à ele no Theyyam deste ano na sua cidade natal Narikode, em Kerala, para uma ‘caminhada fotográfica' (photowalking) [en], como foi feito nos últimos anos. |
28 | তিনি গত বছরগুলোতে ফটোওয়াকে অংশ নিয়েছিলেন। | |
29 | একজন থিয়াম শিল্পী দেবীর ভূমিকা পালন করছেন। | |
30 | ছবি তুলেছেন শাজি মুল্লুক্কারান। | Um Theyyam representando um deus. |
31 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Imagem de Shaji Mullookkaran, usada com permissão |
32 | সামাজিক মিডিয়ায় সক্রিয় আছেন এমন বিশ জনের বেশি মানুষ শাজি'র আমন্ত্রণে সাড়া দিয়ে ক্যামেরা হাতে উৎসবে চলে আসেন। | |
33 | যার ফলে দেবতাদের পৃথিবীতে নেমে আসার দারুণ কিছু ছবি দেখতে পায় বিশ্ববাসী। কুমার উপাসানা কুয়েত থেকে স্বল্প সময়ের জন্য কেরালায় এসেছিলেন। | Cerca de vinte ou mais de pessoas, que participam das mídias sociais, aceitaram o convite e acompanharam Shaji para registrar algumas das principais performances, que resultaram em algumas fotografias extraordinárias deste mundo intrigante, onde deuses descem à terra. |
34 | তিনি পুঠিয়া বাগাভাথি থিয়ামের খন্ড দৃশ্য চিত্র ভিডিও করে রেখেছিলেন: | Na visita em Kerala, Kumar Upasana [en], que vive no Kuwait, documentou a Puthiya Bagavathy Theyyam em um vídeo curto: |
35 | সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেনা ভায়োভিন নারীদের দৃষ্টিকোণ থেকে উৎসবের কিছু ছবি তুলেছেন: | |
36 | থিয়াম একজন ভক্তকে আশীর্বাদ করছেন। ছবি তুলেছেন সেনা ভায়োভিন। | As fotografias de Seena Viovin [hi], uma engenheira de software, mostram o ponto de vista de uma mulher: |
37 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Theyyam abençoando um devoto. |
38 | থিয়ামকে প্রস্তুত করছে সহযোগীরা। | Imagem de Seena Viovin, usada com permissão. |
39 | ছবি তুলেছেন সেনা ভায়োভিন। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Ajudantes preparando um adereço para a cabeça do Theyyam. |
40 | মন্দিরের সামনে দুইজন থিয়াম পারফর্ম করছেন। | Imagem de Seena Viovin, usada com permissão. |
41 | ছবি তুলেছেন সেনা ভায়োভিন। | Dois Theyyams no templo. |
42 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Imagem de Seena Viovin, usada com permissão. |