Sentence alignment for gv-ben-20110925-20226.xml (html) - gv-por-20110927-23857.xml (html)

#benpor
1গ্লোবাল ভয়েসেস এর প্রশিক্ষকদের কার্যকলাপের হালনাগাদ: অ্যাক্টিভিস্টদের সাথে পরিচিত হউনNotícias da Mentoria do Global Voices: Conheça os Ativistas!
2গ্লোবাল ভয়েসেস এর ১০ জন ব্লগার (মেন্টর) গত এক মাস ধরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের তরুণদের জন্য নেটওয়ার্ক ‘অ্যাক্টিভিস্টা‘ এর নতুন ‘ব্লগার সোয়ার্ম‘ প্রকল্পের দশটি ভিন্ন ভিন্ন দেশের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে। তাদের প্রশিক্ষণের বিষয় হচ্ছে ব্লগিং, নেটওয়ার্কিং ও অনলাইন সক্ষমতা বৃদ্ধি।Durante o último mês, 10 blogueiros do Global Voices têm trabalhado como mentores de jovens de 10 países diferentes, que são ativistas membros do novo Blogger Swarm [en] do Activista [en], uma rede da organização de desenvolvimento internacional ActionAid.
3অ্যাক্টিভিস্টার ব্লগার সোয়ার্ম নামক কর্মশালার সদস্যরা (এখানে ছবিতে তাদের দেখা যাচ্ছে), যাদের প্রত্যেকের সাথে গ্লোবাল ভয়েসেস এর একজন ব্লগার (মেন্টর বা শিক্ষক হিসেবে) কাজ করবেO processo de aprendizagem foca em escrever para blog, construção de redes e de capacidade de usar as ferramentas online. Membros do Blogger Swarm Ativista (na foto) estão trabalhando com mentores do Global Voices
4এর আগের পোস্টটিতে আমরা সব অংশগ্রহণকারীদের পরিচয় দিয়েছি, এখন অ্যাক্টিভিস্টার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের এ ব্যাপারে জড়িত অ্যাক্টিভিস্টদের সম্পর্কে আরও জানাতে চাই।Em um post anterior [en] nós apresentamos todos os participantes e agora gostaríamos de convidá-los a conhecer mais sobre os ativistas envolvidos, por meio do canal do Youtube do Activista.
5এখানে উগান্ডার কদিলি জানিয়েছে কেন সে একজন অ্যাক্টিভিস্ট হলো এবং সে জানিয়েছে ব্লগার সোয়ার্ম প্রকল্পটি নিয়ে তার প্রেরণা আর প্রত্যাশার কথা:Essa é Kodili, de Uganda, compartilhando conosco por quê se tornou ativista, suas motivações e expectativas com o projeto Blogger Swarm:
6সোয়ার্মটিকে অনুসরণ করুন!Sigam o Swarm!
7ব্লগার সোয়ার্ম প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে খাদ্য ও জলবায়ুর বিষয় ন্যায়-বিচারের জন্য যে আলোচনা হচ্ছে তার অগ্রভাগে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা।O Blogger Swarm tem o objetivo de colocar a juventude à frente das discussões sobre justiça alimentar e climática.
8এ ইস্যুর উপর ভিত্তি করে অ্যাক্টিভিস্টরা তাদের কাজ ও গবেষণা চালিয়ে যাচ্ছে।Os assuntos focados pelos ativistas estão ligados à suas pesquisas e trabalhos individuais.
9গ্লোবাল ভয়েসেস এর প্রশিক্ষকদের (মেন্টরদের) সাহায্যে তারা তাদের ব্লগিং দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে ও তার পাশাপাশি ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহারে আরও স্বচ্ছন্দ হচ্ছে এবং তারই মাধ্যমে তারা সহযোগিতামূলক কাজ ও অনলাইন নেটওয়ার্কিং এর কাজ করছে।Com a ajuda dos mentores do Global Voices eles têm trabalhado em suas habilidades de blogar enquanto se familiarizam com as ferramentas digitais de trabalho colaborativo e redes sociais digitais.
10এখানে তাদের সর্বশেষ ব্লগ পোস্টগুলোর একটি তালিকা দেয়া হলো:Aqui vai uma lista de alguns dos últimos posts dos ativistas [EN para todos os links]:
11সবসময় হালনাগাদ রাখতে আমাদের ব্লগার সোয়ার্ম ব্লগে সাবস্ক্রাইব করুন, অথবা টুইটারে আমাদের মেন্টরস ও মেন্টিস লিস্টটি অনুসরণ করুন।Para se manter atualizado assine o blog do Blogger Swarm [en] ou siga a nossa lista de mentores e ativistas no Twitter.
12এই উদ্যোগকে সমর্থনের জন্য ধন্যবাদ!Obrigada por apoiar essa iniciativa!