Sentence alignment for gv-ben-20131023-39608.xml (html) - gv-por-20131018-47688.xml (html)

#benpor
1শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে নির্বাচনের একমাস আগে চিলির শিক্ষার্থীদের আন্দোলনEstudantes pressionam candidatos à presidência para reforma educacional no Chile
2দ্যা কনফারেন্স অব চিলিয়ান স্টুডেন্টস (কনফেচ) ১৭ অক্টোবর তারিখে চিলির সব নাগরিকের জন্য বিনামূল্যে উন্নত শিক্ষার জন্য একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।A Confederação dos Estudantes Chilenos (Confech) convocou uma marcha em prol de educação superior gratuita e de qualidade para todos os chilenos, em 17 de outubro.
3ফেসবুকে ছবিটি শেয়ার করেছে প্রেন্সা অপাল।Foto compartilhada pela Prensa Opal no Facebook.
4শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য ডাকা প্রতিবাদে চিলির ছাত্ররা অংশগ্রহণ করেছে। পূর্বনির্ধারিত ১৭ নভেম্বর, ২০১৩ তারিখের প্রেসিডেন্ট নির্বাচন এবং সংসদীয় নির্বাচনের ঠিক একমাস আগে এই প্রতিবাদ কর্মসূচীটির আয়োজন করা হয়েছে।Exatamente um mês antes das eleições presidencial [en] e parlamentar, marcadas para 17 de novembro de 2013, estudantes chilenos foram às ruas para participar de protestos em defesa de uma reforma educacional no Chile.
5দেশটির জীর্ণ শিক্ষা ব্যবস্থায় যে সংস্কারের ডাক দেয়া হয়েছে, সেই চলমান সৈন্য সমাবেশেরই একটি অংশ হচ্ছে এই প্রতিবাদ কর্মসূচীটি।Os protestos fazem parte das mobilizações [en] que demandam uma revisão [en] do sistema de ensino do país.
6প্রতিবাদ কর্মসূচীর আগের দিন বিশ্ববিদ্যালয়ের চিলি ছাত্র ফেডারেশন (ফেচ) একটি ভিডিও [স্প্যানিশ] পোস্ট করেছে। বিশ্বকাপ ২০১৪ তে মনোনীত হতে জাতীয় ফুটবল দলের চেষ্টার প্রতি ছাত্রদের শ্রদ্ধা নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছেঃEm 16 de outubro, um dia antes dos protestos, a Federação dos Estudantes da Universidade do Chile (FECH) postou um vídeo [es] que relacionava a luta dos estudantes aos esforços da seleção nacional para qualificar-se para a Copa do Mundo de Futebol de 2014:
7কেউ বলেনি যে কাজটি খুব সহজ।Ninguém disse que seria fácil.
8গতকাল আমরা একটি বড় পদক্ষেপ নিয়েছি।Ontem nós demos um grande passo.
9তাই আজ একটি নতুন ধাপ শুরু হয়েছে।Hoje começa uma nova fase.
10এখনও অনেকগুলো ম্যাচ জেতা বাকি।Ainda há jogos para vencermos.
11আমাদের ছাড়া আপনারা জিততে পারবেন না।Nunca mais sem nós.
12১৭ তারিখে দেখা হবে। নাগরিকেরা রেভলুশন ৩.Nós nos vemos dia 17.
13০ [স্প্যানিশ] সাইটটিতে অনেক ছবি পোস্ট করেছে। প্রতিবাদ কর্মসূচীটির সরাসরি ধারা বর্ণনা দিয়েছে।O website Revolución 3.0 [es] juntou fotos publicadas em tempo real nas ruas e transmitiu a marcha por live stream.
14তাঁরা ব্যাখ্যাও করেছেঃDe acordo com a página,
15প্রজাতন্ত্রের সভাপতিত্বের জন্য মনোনীত নয় জন প্রার্থীকে একত্রিত করা এই মার্চ কর্মসূচীটির মূল লক্ষ্য। একটি নতুন সরকার গঠন করে তাঁরা যে পদক্ষেপগুলো নিবে, সে সম্পর্কে তাঁদেরকে অবহিত করা।Esta marcha tem como objetivo pressionar os nove candidatos à presidência da República para que tomem medidas caso sejam eleitos para o governo.
16কোনস [মাধ্যমিক ছাত্রদের জাতীয় সমন্বয়ক] - এর মুখপাত্র ময়েসেস পারেডেস বলেছেন, “সকল প্রার্থীদেরকে আমাদের দাবির কথা পরিষ্কারভাবে জানানো হয়েছে। শিক্ষা ব্যবস্থায় তাঁরা আমূল পরিবর্তন নিয়ে আসবেন, এমন কোন স্লোগান আমাদের দেয়ার প্রয়োজন নেই।O porta-voz da Cones [Coordenação Nacional do Estudantes Secundaristas], Moisés Paredes, declarou que o “chamado que se faz a todos os candidatos é claro [es], e não precisamos de promessas de uma grande reforma educacional.
17আমাদের স্পষ্ট প্রস্তাবনা উপস্থাপন করা প্রয়োজন”।Precisamos de propostas claras”.
18টেলিসুরের রিপোর্টার রাউল মার্টিনেজ টুইট করেছেনঃRaúl Martínez, repórter da TeleSur, escreveu no Twitter:
19প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে ছাত্ররা সতর্কবাণী দিয়েছে যে, যদি তাঁদের দাবির কোন সুষ্ঠু সমাধান না করা হয় তবে তাঁরা তাঁদের আন্দোলন চালিয়ে যাবেন।Estudantes advertem aos candidatos presidenciais que seguirão mobilizados caso eles não apresentem soluções para as demandas do movimento.
20#নসভেমসএল১৭ [স্প্যানিশ] (১৭ তারিখে দেখা হবে) এবং #মার্চায়েস্টুডিয়ানটিল [স্প্যানিশ] (ছাত্র মার্চ) হ্যাশট্যাগগুলোতে নাগরিক এবং প্রচারমাধ্যম কেন্দ্রগুলো বিভিন্ন ছবি, রিপোর্ট এবং প্রতিক্রিয়া শেয়ার করেছেঃCidadãos e veículos midiáticos compartilharam imagens, relatos e reações com as hashtags #NosVemosEl17 [es] (Nós nos vemos dia 17) e #marchaestudiantil [es]: Milhares de estudantes dão início à marcha estudantil.
21কয়েক হাজার ছাত্র মার্চ করতে শুরু করেছে।#Yomarchoel17 [Eu marcho no dia 17]
22আলামেডা [সান্টিয়াগো উপশহরের প্রধান এভিনিউ] থেকেPela Alameda [avenida principal do centro de Santiago]
23শিক্ষাকে মুক্ত কর, এই মাধ্যমিক বিদ্যালয় ছাত্ররা নির্যাতনকে ভয় না পেয়ে তীব্র চিৎকার করছে।EDUCAÇÃO GRATUITA, gritam estas estudantes secundaristas, sem medo de repressão.
24ছাত্রদের মার্চে আমরা হেটে চলেছি।Seguimos na marcha estudantil.
25আজকের @কোনফেচ মার্চে অংশ নেওয়ার জন্য হাজার হাজার লোক রাস্তায় জমায়েত হয়েছে।Milhares vão às ruas de Santiago para a marcha da Confech hoje.
26ছবি তুলেছেন সাম এডোয়ারডস।Foto por Sam Edwards/Jornal The Santiago Times.
27প্রতিবাদের সময় নৃশংসতার রিপোর্ট নিয়ে অন্যান্যরা প্রতিক্রিয়া জানিয়েছেঃOutros reagiram aos relatos de violência durante os protestos:
28ছাত্র আন্দোলনের কারনটিকে আমি সমর্থন করি। কিন্তু আবার শেষ সময়ে এসে সহিংসতা কেন?Eu apoio a causa do movimento estudantil, mas por que cair de novo nesses incidentes?
29একমাত্র এই বিষয়টি নিয়ে তাঁরা কথা বলবে। &No fim de tudo, vão falar apenas sobre isso.
30এবং ছাত্রদের মার্চের পর একই গর্দভ, কর্তব্যকাজে অবহেলাকারী ব্যক্তিরা বিরক্ত করতে বাইরে বেরিয়ে এসেছে…খবরের জন্য একেবারে যথাসময়ে, কতোটা “কৌতূহলী” !!E os bobos e delinquentes de sempre saem a provocar desordem na marcha estudantil.. E justamente na hora das notícias [na TV], que “curioso” isso.
31চিলির বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের রিপোর্ট অনুযায়ী, আজকের প্রতিবাদ কর্মসূচীতে ৫০ হাজার লোক অংশগ্রহণ করেছেঃSegundo a Federação dos Estudantes da Universidade do Chile, 50 mil pessoas participaram dos protestos de 17 de outubro:
32আমরা আজ মার্চ করেছি, কারন আমরা এখনও সাহসী!Hoje nós marchamos porque continuamos valentes!
33৫০ হাজার লোক রাস্তায় নেমেছে।50 mil pessoas nas ruas.
34কারন আমাদের ছাড়া কোন সংস্কার হবে না!Porque sem nós todos não haverá reforma!
35[ছবিঃ “ছাত্ররা আমাদের সাহসী হতে শিখিয়েছে”][Foto: “Os estudantes nos ensinaram a ser valentes”]