# | ben | por |
---|
1 | আফ্রিকা: সংস্কৃতিক প্রতিকৃতিকে রিমিক্স রেডিও এবং ভিডিওর রঙে রঙ করা | África: Pintando retratos culturais com rádio e vídeo remixados |
2 | রেডিও কন্টিনেন্টাল ড্রিফ্ট একটি কৌতুহলজনক প্রস্তাব নিয়ে উপস্থিত হয়েছে: রেডিওর কর্মশালার অডিও বা শব্দ আর কেনিয়া আর উগান্ডার ভিডিও শট নিয়ে তারা বেশ কয়েকটি রিমিক্স ভিডিও তৈরি করেছে। এর উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার এক্টিভিজম, সংস্কৃতি এবং শিল্প নিয়ে আলোচনা জোরদার করা। | O projeto Radio Continental Drift lança uma proposta interessante: a partir de clips de áudio provenientes de oficinas de rádio e imagens filmadas em diversas cidades do Quênia e da Uganda, foi criada uma série de vídeos remixados com o objetivo de estimular o debate entre ativismo, cultura e arte na África. |
3 | এই ভিডিওর পেছনে যে যে সব উক্তি তার উদ্দেশ্য, এ সব নিয়ে অডিওর প্রচার শুরু করা। এসব কিছু ক্রিয়েটিভ কমন্স শেয়ার এলাইক লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে এই আশায় যে, তারা এগুলোর রিমিক্সে অন্যদের উৎসাহিত করতে পারবে। | A ideia por trás dos vídeos é fazer o áudio circular com licença Creative Commons Share-alike, na esperança de inspirar outras pessoas a remixar os trabalhos. |
4 | যেমনটা তারা তাদের এক পোস্ট মাটিতে এক কান-এ (এন আর অন দি গ্রাউন্ডে) ব্যাখ্যা করেছে: | O post An Ear on the Ground explica: |
5 | “আফ্রিকার” উপর চলতে থাকা এই আলাপচারিতা মূলক আলোচনার যাত্রা শুরুর অংশ হিসেবে এক সংগ্রহশালা গড়া হয়েছে এবং সারা মহাদেশ জুড়ে ‘রাস্তায় অডিও প্রচার মাধ্যম কর্মশালার' ব্যবস্থা করা হয়েছে। ডাব্লিডাব্লিউডাব্লিউ. | Eles são arquivados como parte de uma contínua jornada coloquial à “África” e de oficinas intinerantes de mídia e áudio ao longo do continente. |
6 | আর্কাইভ. অর্গ-এর যে অডিওর তালিকা রয়েছে সেগুলো শিল্পী এবং সংগঠক এবং সংগঠন, সংস্কৃতি, একটিভিস্ট এবং সামাজিক রাজনৈতিক ধারণার উপর করা। | A lista de canções no www.archive.org tem como finalidade apresentar artistas e organizações aos cenários cultural, ativista e sócio-político como observadas pelo projeto Radio Continental Drift naquele momento. |
7 | বিভিন্ন সময়ে রেডিও কন্টিনেন্টাল ড্রিফ্ট এসবের মুখোমুখি হয়েছে। | Este post compartilha uma foto sobre o processo de upload em Nairobi: |
8 | এই পোস্টে, নাইরোবি থেকে কি ভাবে এক উপাদান এখানে তুলে দেয়া হয়েছে, তারা সেই প্রক্রিয়ার ছবি আমাদের প্রদর্শন করছে: | Arquivando e disponibilizando conteúdo da Radio Continental Drift A seguir, um clip do que eles chamam de “trailers para um filme de estrada”. |
9 | রেডিও কন্টিনেন্টাল ড্রিফ্টের জন্য সংগ্রহশালা তৈরি করা এবং তা উঠিয়ে দেওয়া | Gravado em Nairobi, no Quênia, o vídeo mistura música com entrevistas sobre consumo, avareza, fama e drogas: |
10 | পরবর্তীটি রেগে বা দ্রুত লয়ের সঙ্গীতের ধারা, সংঘর্ষ, এবং উন্নয়নের উপর এক চেতনা প্রবাহের মত অনুভূতির জন্ম দেয়: | O próximo parece uma corrente de pensamento sobre reggae, violência e desenvolvimento: |
11 | উগান্ডার রাজধানী কাম্পালা থেকে সঙ্গীত এবং জ্ঞানের উপর এই পরবর্তী দুটি ভিডিও এসেছে, যা কিনা গানের মধ্যে দিয়ে পাওয়া যাবে: | De Kampala, na Uganda, chegam os seguintes vídeo clips sobre música e como a sabedoria pode ser encontrada em canções: |
12 | এ বিষয়ে আরো তথ্য তাদের ব্লগ রেডিও কন্টিনেন্টাল ড্রিফ্টে পাওয়া যাবে, সেখানে তারা সম্পাদনাহীন উৎসের লিঙ্ক দিয়ে দিয়ে যা কিনা রিমিক্স করা যাবে। | Para obter mais informações, visite o blog Radio Continental Drift, onde há também links para as fontes não editadas que podem ser remixadas. Todos os links levam a sites em inglês. |