# | ben | por |
---|
1 | মিশর: মুবারক সমর্থকদের মিছিল! | Egito: Manifestantes pró-Mubarak! |
2 | সত্যি কি তারা মুবারকের সমর্থক ? | Sério!? |
3 | এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Este post é parte de nossa cobertura especial Protestos no Egito em 2011. |
4 | কয়েকদিন আগে থেকে অনেকে দাবি করে আসছিল যে, মুবারক বিক্ষোভকারীদের মাঝে আতঙ্ক সৃষ্টির জন্য গুণ্ডাদের রাস্তায় নামিয়ে দিয়েছে। | Alguns dias atrás, muitos afirmavam que o regime de Mubarak tinha enviado capangas para aterrorizar os manifestantes [en]. |
5 | গতকাল, আমরা রাস্তায় এইসব তথাকথিত মুবারক সমর্থকদের মিছিলের স্বাক্ষী হলাম, এবং এরপর অনেক লোক দাবি করছে যে, তারা আসলে রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মী এবং গুণ্ডা, যারা মুবারক সমর্থক হিসেবে রাস্তায় নেমেছে। | Ontem, testemunhamos as primeiras destas ditas manifestações pró-Mubarak e, novamente, as pessoas afirmavam que estes eram apenas membros das forças de segurança e capangas a paisana. |
6 | ট্রাভেলারডাব্লিউ বিক্ষোভের কেন্দ্রস্থলে কি ঘটতে পারে, সে সম্পর্কে সতর্ক করে দিচ্ছে। | TravellerW avisou sobre o que pode acontecer na praça: |
7 | @ট্রাভেলারডাব্লিউ: বেশ কয়েকজন মুবারক সমর্থক এখন মিছিল করতে করতে তাহরির স্কোয়ারের দিকে যাচ্ছে। | Várias manifestações pró-Mubarak se dirigindo à Praça Tahrir agora. |
8 | নোংরামি বাস্তবতায় রূপ নিয়েছে।। | A merda está ficando real |
9 | আজকে, এই সব মুবারক সমর্থকরা তাহরির স্কোয়ারে মুবারক বিরোধী বিক্ষোভকারীদের উপর আক্রমণ করা শুরু করেছে। | Hoje, estes manifestantes pró-Mubarak começaram a atacar os manifestantes na Praça Tahrir: |
10 | @নাগালআরজক: মুবারক একটার পর একটা নির্বোধের মত কাজ করে যাচ্ছে। | Mubarak continua a fazer um movimento estúpido atrás do outro. |
11 | এর সাম্প্রতিক তম উদাহরণ হল: তার গুণ্ডা বাহিনীর তাহরির স্কোয়ারের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা চালানোর ঘটনা। | |
12 | এমনকি তারা এখানে উপস্থিত সাংবাদিক এবং সংবাদ সংগ্রহকারীদের উপর হামলা চালিয়েছে। | A última: Seus criminosos em Tahrir atacando manifestantes pacíficos. |
13 | @মিনাগামাল: যদি এই সব লোকদের ভাড়া করে আনা না হয়, তাহলে আমাকে বলুন, কেন তারা সাংবাদিকদের ক্যামেরা ভেঙ্গেছে? | Eles estão até atacando os jornalistas e repórteres na praça: |
14 | এবং এখানে আরেকটি টুইট রয়েছে, যা মুবারক সমর্থকদের গুণ্ডাদের সম্বন্ধে এবং কেন তারা এখানে এসেছে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করছে। | Se aquelas pessoas não estão realmente sendo pagas, me diga porque estão quebrando todas as câmeras dos jornalistas? |
15 | @ইনজিতা:মিশরের এনডিপি নামক দলটির কর্মীরা মুবারকের শাসন নিয়ে মুস্তাফা মাহমুদের গাওয়া গানের কপি সবাইকে বিতরণ করছে। | E aqui está mais um tuíte falando mais sobre os criminosos pró-Mubarak e de onde eles estão vindo: |
16 | আমাদের দারোয়ানের ছেলে একটি হাতে নিয়ে রয়েছে। এই পোস্টটি ২০১১ সালে মিশরের প্রতিবাদ বিপ্লব সম্পর্কে আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Membros do partido egípcio NDP [PND - Partido Nacional Democrático] estão distribuindo cartazes em [na rua] Mustafa Mahmoud, o filho de nosso porteiro estava segurando um. |