# | ben | por |
---|
1 | অপ্রীতিকর বিশ্বকাপ সত্যে ফিফার ব্রাজিল সদরদপ্তর প্রতিবাদে বিস্ফোরিত | O protesto que mostrou verdades inconvenientes da Copa bem na cara da FIFA |
2 | গত ২৯ জুন, ২০১৪ তারিখে ব্রাজিলের অভিজাত কোপাকাবানা প্যালেস হোটেলটির বহির্ভাগের চিত্র। | A fachada do luxuoso Hotel Copacabana Palace no Rio de Janeiro, em 30 de junho de 2014. |
3 | ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন Coletivo Projetação। | Foto do Coletivo Projetação compartilhada no Facebook. |
4 | রিও ডি জেনেরিও'র বিখ্যাত অভিজাত হোটেল কোপাকাবানা প্যালেস। | |
5 | বর্তমানে এটি ব্রাজিলে ফিফার সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত ২৯ জুন, ২০১৪ তারিখে এটি চলমান বিশ্বকাপের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা অংকন করার একটি ক্যানভাসে পরিণত হয়। | O Copacabana Palace Hotel no Rio de Janeiro - famoso hotel de luxo que serve de “quartel-general” da FIFA no Brasil - foi transformado em tela para a projeção de mensagens de protesto contra a Copa do Mundo no dia 30 de junho de 2014. |
6 | ব্রাজিলিয়ানদের উপর এই সর্ববৃহৎ খেলার আসর আয়োজনের ফলাফল সম্পর্কে কিছু বাস্তবতা এবং মূল্যের উপর সক্রিয় কর্মীরা আলোকপাত করেছেন। | Ativistas exibiram frases e imagens sobre as consequências de sediar o megaevento esportivo para os brasileiros, como as remoções forçadas para abrir espaço para obras de infraestrutura. |
7 | যেমন, অবকাঠামো নির্মাণের জন্য রাস্তা তৈরি করতে জোরপূর্বক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। | O Coletivo Projetação (um combinação das palavras ‘projetar' e ‘ação'), que ocupa espaços públicos como forma de expressão política, assume a autoria do protesto. |
8 | কোলেটিভো প্রজেটাকাও হচ্ছে প্রকল্প, প্রক্ষেপণ এবং কাজ এই তিনটি পর্তুগিজ শব্দের একটি সংমিশ্রণ। | Diversas ações semelhantes foram realizadas nos últimos meses em outras cidades do Brasil e no exterior. |
9 | রাজনৈতিক মত প্রকাশের একটি মাধ্যম হিসাবে পাবলিক জায়গা দখল করার একটি সমষ্টিগত প্রক্রিয়া, যা প্রতিবাদের দায়িত্ব স্বীকার করছে। | Visite a página do Facebook e o website Projetacao.org para ver mais fotos. O coletivo projetou imagens sobre remoções motivadas pela Copa no Rio de Janeiro. |
10 | ব্রাজিল এবং ব্রাজিলের বাইরে অন্যান্য দেশে গত কয়েক মাসে এই যৌথ উদ্যোগটি একই ধরনের বেশ কিছু প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। | |
11 | তাদের ফেসবুক পাতায় ভিজিট করুন এবং আরও ছবি পেতে প্রজেটাকাও ডট ওআরজি ওয়েবসাইটটি দেখুন। রিও ডি জেনেরিওতে বিশ্বকাপ সংক্রান্ত উচ্ছেদের একটি সমষ্টিগত অভিক্ষিপ্ত পরিসংখ্যান। | Na imagem acima, lê-se: “Na cidade do Rio: 16.700 pessoas realocadas; 4.772 famílias removidas; e 4.916 famílias e 16 comunidades estão sob ameaça de remoção”. |
12 | “ব্রাজিল বিনিয়োগ করছে, মুনাফা করছে ফিফা”। | “Investimento do Brasil, lucro da FIFA”. |
13 | ছবিটি #projetaçodacopa হ্যাশটাগের অধীনে ফেসবুক এবং টুইটারে শেয়ার করা হয়েছে। | Fotos foram compartilhadas no Facebook e no Twitter com a hashtag #projetaçodacopa. |
14 | ব্রাজিলের এই পতাকাটিতে লেখা আছে, “ক্রম ও অগ্রগতি”র পরিবর্তে “রুটি এবং সার্কাস”। | A bandeira brasileira com a frase “pão e circo”, ao invés de “ordem e progresso”. |
15 | কোপাকাবানা প্যালেস হোটেলটি এখন দক্ষিণ আমেরিকার প্রধান হোটেল হিসেবে বিবেচিত হচ্ছে। | O Copacabana Palace Hotel é considerado o melhor da América do Sul. |