Sentence alignment for gv-ben-20091023-7093.xml (html) - gv-por-20091114-4672.xml (html)

#benpor
1নেপাল: বায়োগ্যাস বিপ্লবNepal: A revolução do biogás
2একটি বায়োগ্যাস প্লান্ট।Produção de biogás.
3ছবি ফ্লিকার ব্যবহারকারী মারুফিশের।Imagem do usuário do Flickr Marufish.
4ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় তা ব্যবহার করা হয়েছে।Reproduzida sob licença do Creative Commons
5নেপাল এমন এক দেশ যেখানে জাতি সস্তা ও গ্রহণযোগ্য জ্বালানির অভাব নিয়ে সমস্যায় রয়েছে।
6এই বাস্তবতায় সেখানে বায়োগ্যাস নেপালের জন্য একটা সুসংবাদ বয়ে এনেছে।A tecnologia de biogás está dando início a uma revolução verde no Nepal.
7গ্লোবালওয়ার্মিং আর্কলাইন নামের একটি ব্লগ দেখাচ্ছে কি ভাবে কৃষিজাত জ্বালানি নেপালে কার্বন নি:সরণের পরিমাণ কমিয়ে আনতে পারে।
8ব্লগটি বলছে যে স্বল্প ব্যয়ে তৈরি করা যায় এমন প্রযুক্তির এই বায়োগ্যাস নেপালের গ্রামবাসীরা সহজেই ব্যবহার করতে করে:De acordo com o WWF, lenha é a fonte de energia mais popular no país, presente em quase 87% das residências.
9“বায়োগ্যাস তৈরি করা তেমন কোন জটিল কাজ নয়।No entanto, o biogás vem surgindo como uma alternativa viável.
10স্বল্প ব্যয় ও প্রযুক্তিগত উপাদান দিয়ে বায়োগ্যাস তৈরি করা যায়। এর জন্য একটা গর্ত খুঁড়তে হয় যা কোদাল দিয়ে বানানো সম্ভব এবং চারপাশের যে পাথর দিয়ে এর সুরক্ষা তৈরি করা হয়, সেটি আধুনিক দূষণ মুক্ত ভাবে বানানো হয়।Uma reportagem recentemente divulgada pela AFP mostra que o Nepal está lucrando com a neutralização de emissões de carbono com a ajuda de várias fábricas de biogás ao redor do país (foram quase US$ 600.000,00 em 2007).
11এরপর এটাকে ঢেকে দেওয়া এবং এর ভেতরে তৈরি হওয় গ্যাসকে একটা ট্যাঙ্কের মাধ্যমে বয়ে নিয়ে আসা খুব সহজ এবং প্রয়োজনীয় ব্যবহার করার পর এর মূল কাঠামো সামান্য ঠিকঠাক করে একে পুনরায় কাজে লাগানো যায়”।
12এর জন্য যে সমস্ত উপাদান দরকার তা সহজলভ্য।
13এ কারণে সহজেই এটি বানানো সম্ভব এবং নিশ্চিতভাবে বলা যায় এটি কাজ করে। গ্যাস তৈরির পর যে উপাদান তৈরি হয় তা ঘাঁটাঘাঁটি করা আনন্দদায়ক নয়, কিন্তু একই ধরনের অন্য কাজেও একই রকম ঘটনা ঘটে।Para uma nação que se esbarra com a dificuldade de encontrar fontes de energia baratas e renováveis, o biogás é sem dúvidas uma boa notícia para o Nepal.
14যদিও বাড়ি গরম করার জন্য এটি যথেষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে না, কিন্তু রান্না ও পানি গরম করার জন্য যথেষ্ট পরিমাণ শক্তি সে উৎপন্ন করতে পারে এবং এই কাজটি করে অনেক পরিচ্ছন্ন ভাবে।
15বায়োগ্যাস উৎপাদনে নেপালের সাফল্যে তার প্রতিবেশী দেশগুলোকেও উৎসাহিত করতে পারে। নেপালের ঘনিষ্ঠ মিত্র ভারতও তার বাড়তে থাকা জ্বালানির চাহিদা মেটানোর জন্য বিকল্প জ্বালানির খোঁজ করছে।Globalwarming Arclein, um blog sobre como a agricultura pode ajudar a reduzir as emissões de carbono, diz que a abordagem de baixa tecnologia que o biogás exige o torna acessível para a maioria do povo nepalês que vive no campo:
16দ্রুত এক শিল্পোন্নত দেশে পরিণত হবার জন্য ভারতের এখন ব্যাপক পরিমাণ জ্বালানির প্রয়োজন।O requisito principal é simplesmente saber que isso pode ser feito e que funcionará.
17সাউথ এশিয়া ব্লগের রাজিব আহমদে যিনি দক্ষিণ এশিয়ার ব্যবসা ও সামাজিক বিষয়ের উপর মনোযোগ প্রদান করছেন, তিনি বলছেন:A recuperação do chorume produzido depois é desagradável, mas nada diferente de tarefas semelhantes que precisam ser feitas.
18বায়োগ্যাসের উপর আমার প্রচণ্ড আগ্রহ রয়েছে, কারণ আমি বিশ্বাস করি এটা কেবল নেপালের জন্য নয়, তার প্রতিবেশী দেশ সমূহ যেমন ভারত ও বাংলাদেশের জন্য এক সম্ভাবনাময় বিকল্প জ্বালানি হতে পারে।Não é uma forma conveniente para produzir gás em quantidade suficiente para o aquecimento doméstico, mas certamente é o suficiente para apoiar o aquecimento segundário para cozinhar e ferver água de uma maneira saudável.
19বায়োগ্যাস সেক্টর পার্টনারশীপ ইন নেপাল (বিএসপি-নেপাল) নেপালের এক এনজিও যা দেশটিতে বায়োগ্যাস ব্যবহারের উপর প্রচারণা চালাচ্ছে।
20তাদের সহায়তা দেশটিতে ২০০৮ সালের জুন মাস পর্যন্ত প্রায় ১৭২,৮৫৮ বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র বসানো হয়েছে।O sucesso do Nepal no quesito biogás pode também vir a inspirar seus vizinhos.
21এর ফলে, প্রায় ১০ লক্ষ লোক এর মাধ্যমে সুবিধা লাভ করছে। ১০ লক্ষ সংখ্যাটি হয়ত অনেক বেশি মনে হচ্ছে না, কিন্তু মনে রাখতে হবে মূলতঃ গ্রামে বাস করা গরীব লোকেরা এই প্রযুক্তির মাধ্যমে সুবিধা লাভ করেছে।Um de seus aliados mais próximos, a Índia, está também em busca de desenvolver fontes de energia alternativas para lidar com a demanda cada vez maior em estados cada vez mais industrializados.
22কেবল তাই নয়, আমি এই বিষয়টির প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই যে, নেপাল তার জ্বালানির শতকরা ১০০ ভাগই আমদানী করে।Razib Ahmed do South Asia Blog [en], que se concentra em assuntos sociais e de negócios na região, diz:
23কাজেই একটি বায়োগ্যাস কেন্দ্র তৈরি হওয়া মানেই নেপালের কিছু বৈদেশিক মুদ্রা সঞ্চয় হওয়া।Como resultado, mais de um milhão de pessoas estão sendo beneficiadas.
24নেপালে বায়োগ্যাস সম্বন্ধে আগ্রহ কমে আসেনি। কয়েক বছরের কঠোর পরিশ্রম এবং সতর্ক পরিকল্পনার মাধ্যমে বিষয়টি অনেকের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।Um milhão de pessoas pode não parecer ser muito para você, mas é preciso lembrar que são principalmente as pessoas pobres que vivem em áreas rurais que têm se beneficiado com esta tecnologia.
25যদি ২০০৫ সালের দিকে ফিরে তাকাই রিনিউয়েবলএনার্জিএক্সেসের মল্লিকা আরোয়াল নেপালের বায়োগ্যাসের মাধ্যমে গ্রহণযোগ্য বা স্থায়ী আয় করা যায় এমন জ্বালানির জন্য অনুসন্ধানের কথা জানিয়েছিলেন।
26বায়োগ্যাস ব্যবহার দেশটির ৭৫টি জেলার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ২০০৯ সালের মধ্যে ২০০,০০০ বায়োগ্যাস স্থাপনা চালু করার পরিকল্পনা রয়েছে।E não só isso, eu também gostaria de chamar sua atenção para o fato de que o Nepal importa quase 100% do petróleo que usa.
27দেশটির যে কোন গ্রামে একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে ৩০০ মার্কিন ডলার (২১,০০০ টাকা প্রায়) লাগে।Assim, cada unidade de biogás significa economizar em moeda estrangeira para o país.
28সরকারের ভর্তুকি দেওয়ার কারণে গ্রামের লোকজন সহজে বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র স্থাপন করতে পারে।E o interesse pelo biogás não é apenas nuvem passageira no Nepal.
29এক্ষেত্রে একজন ব্যক্তিকে ২০০ মার্কিন ডলার বিনিয়োগ করতে হয় এবং এক বছরের মধ্যে তার বিনিয়োগের টাকা উঠে আসে।Depois de muitos anos de trabalho duro e planejamento cuidadoso, a produção começa a ganhar atenção.
30বলা যেতে পারে এটা বেশ ভালো বাণিজ্য! এখন বায়োগ্যাস বিশ্বের পরিবেশের জন্য একটা ভালো বাণিজ্য।Em 2005, Mallika Aryal do RenewableEnergyAccess relatou a meta do Nepal de gerar sustentabilidade e renda por meio do biogás.
31নেপাল, কিয়োটে প্রটোকল অনুসারে ২০০৫-এর ডিসেম্বরে বিশ্ব উষ্ণায়ন রোধ চুক্তিতে স্বাক্ষর করে।Agora as instalações de biogás nepalesas estão a caminho de se tornar um “bom negócio” para o ambiente global.
32এরপর থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস নি:সরণ না করা নেপালের জন্য অপরিহার্য হয়ে পড়ে। তখন থেকে দেশটি বায়োগ্যাস ব্যবহার করে কার্বন নি:সরণের পরিমাণ কমিয়ে আনে এবং বছরে প্রায় ৫ মিলিয়ান ডলার সঞ্চয় করে।Quando o Protocolo de Kyoto, o tratado sobre o clima global, entrar em vigor no Nepal em Dezembro de 2005, será possível iniciar a negociação do dióxido de carbono não emitido pela utilização de biogás e ganhar até US$ 5 milhões por ano
33কি ভাবে বায়োগ্যাস নেপালকে সাহায্য করছে সে সম্বন্ধে জানতে চাইলে, টোকিও সিটি ইউনির্ভাসিটির নেপালী প্রকল্পের বায়োগ্যাস নিয়ে তৈরি করা এই ভিডিওটি দেখতে পারেন।Para saber mais sobre como o biogás está ajudando o Nepal, veja esse vídeo produzido pelo Nepal Project da Tokyo City University, Japão. (Todos os links levam a blogs em inglês)