Sentence alignment for gv-ben-20140307-42029.xml (html) - gv-por-20140226-50786.xml (html)

#benpor
1আইন অনুযায়ী উগান্ডাতে সমকামি হওয়া একটি অপরাধNova lei na Uganda prevê pena de prisão para homossexuais
2২০১২ সালের ডিসেম্বর ১০ তারিখে লন্ডনে উগান্ডার সমকামি বিরোধী আইনের প্রতি বিক্ষোভ জানাচ্ছেন জন বস্কো এবং বিসি আলিমি নামের দুই জন সক্রিয় কর্মী।Ativistas John Bosco (de algemas) and Bisi Alimi (com o cartaz) com uniformes de cadeia protestam em Londres contra a lei anti-gay na Uganda em 10 de dezembro de 2012.
3ছবিঃ রিপোর্টার #২০২৯৯।Foto de Repórter#20299.
4কপিরাইট ডেমোটিক্স।Copyright Demotix.
5উগান্ডার রাষ্ট্রপতি ইয়োয়েরি মুসেভেনি গত ২৪ জানুয়ারি, ২০১৪ তারিখে সমকামিতা-বিরোধী একটি বিতর্কিত বিলকে আইনে রুপান্তরের জন্য স্বাক্ষর করেছেন।[Todos os links conduzem a sites em inglês, exceto quando indicado o contrário.]
6এই আইন অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে সমকামী হওয়াটা একটি শাস্তি যোগ্য অপরাধ বলে বিবেচিত হবে এবং এর জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করা হবে।O presidente da Uganda, Yoweri Museveni, transformou o controverso projeto de lei anti-gay em lei oficial em 24 de janeiro de 2014.
7উগান্ডার আইনসভা গত ২০ ডিসেম্বর, ২০১৩ তারিখে সগৌরবে আইনটি পাস করেছে।Esta determina pena de prisão para alguns tipos de atos homossexuais.
8এই আইনটি সমকামীদের সম্পর্কে কর্তৃপক্ষকে না জানানোর অপরাধে যে কাউকে কারাদণ্ডে দন্ডিত করতে পারবে।O parlamento da Uganda, por maioria, aprovou a lei [pt] em 20 de dezembro de 2013.
9এই আইনের অধীনে সমকামীদের অধিকার আদায়ের জন্য ফেসবুক এবং টুইটার ব্যবহার করাকে অপরাধ বলে বিবেচনা করা হবে এবং এই অপরাধের জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডে দন্ডিত করা হবে।Esta determina pena de prisão também para qualquer pessoa que não denuncie homossexuais às autoridades e pune o uso de contas de facebook e twitter para defesa dos direitos de homossexuais como crime, com a pena máxima de sete anos de prisão.
10মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সারা বিশ্বজুড়ে অন্যান্য নেতৃবৃন্দ প্রেসিডেন্ট মুসেভেনিকে সতর্ক করে দিয়ে বলেছেন যে এই আইনটি মানবাধিকার লঙ্ঘন করে।O President dos E.U.A. Barack Obama e outros líderes ao redor do mundo alertaram o presidente Museveni que a lei constitui uma violação de direitos humanos.
11উগান্ডার এলজিবিটি সক্রিয় কর্মী বলেছেন যে এই আইনটি সমকামীদের কাছে উগান্ডাকে বিশ্বের সবচেয়ে জঘন্য দেশে পরিণত করেছে।Ativistas LGBT da Uganda disseram que a lei torna a Uganda um dos piores lugares do mundo para ser gay.
12এই বিষয়টি নিয়ে আলোচনা করতে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছেন।Muitas pessoas se utilizaram das mídias sociais para discutir o tema, alguns a favor, outros radicalmente contra.
13তাদের কেউ কেউ আইনটিকে সমর্থন জানালেও অন্যান্যরা অবিচল চিত্তে এই আইনের বিরোধীতা করেছে।O líder das minorias sexuais da Uganda e ativista homossexual Frank Mugisha escreveu no twitter:
14উগান্ডার লিঙ্গভিত্তিক সংখ্যালঘুদের নেতা এবং সমকামী সক্রিয় কর্মী ফ্র্যাংক মুগিশা টুইট করেছেনঃ আমার টুইটার এবং ফেসবুক অবৈধ হয়ে গেল।O meu twitter e facebook são ilegais, a pena é de cinco mil na moeda atual ou prisão de 5 anos a 7 anos ou os dois.
15আমাকে হয় ৫ হাজার টাকা জরিমানা করা হবে, নতুবা কমপক্ষে ৫ বছরের ও সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডে দন্ডিত করা হবে অথবা উভয় দণ্ডে দন্ডিত করা হবে।
16লাভওয়ানএনাদার লিখেছেনঃLove1Another (Ame um ao outro) escreveu:
17আমেরিকা, আপনি এখন উগান্ডার উপর ঝাঁপিয়ে পরতে পারেন এবং যা খুশি তাই করতে পারেন।América, agora vocês podem vir à Uganda e fazer o que vocês quiserem, o projeto se tornou lei.
18বিলটি এখন আইনে পরিনত হয়েছে।#AntiGayBill [lei anti-gays]
19যারা আইনটির বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে ওয়াদ্দা মুতেবি প্রবল আঘাত করেছেনঃWadda Mutebi esmagou aqueles que falavam contra a lei:
20সমকামিদেরকে ইন্ধনদাতারা জাহান্নামে যাক।Defensores de Gays, vão para o inferno.
21সেখানে শয়তানের সাথে আনন্দ করার সময়ে আপনারা আপনাদের ফালতু মানবাধিকার নিয়ে কথা বলতে পারেন।Vocês podem falar sobre os seus direitos humanos de araque enquanto descansam lá com o diabo.
22#সমকামিবিরোধীবিল#antigaybill
23জেনি হেডস্ট্রম খুব সরলভাবে লিখেছেনঃJenny Hedstrom simplesmente escreveu:
24খুব হতাশাজনক।Deprimente.
25উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি আজ #সমকামিবিরোধীবিলটি স্বাক্ষর করেছেন।O presidente Musevini da #Uganda assinou hoje a #AntiGayBill http://t.co/449kDaZfIZ #AHBUganda
26জন পল তোরাচ লক্ষ করেছেন যে এই ইস্যুতে সরকার এবং বিরোধী দল, উভয়ই একমত হয়েছেঃJohn Paul Torach comentou que o governo e a oposição estão do mesmo lado nesta questão:
27এমনকি সেভসের চেয়ে অনেক উচ্চস্বরে #সমকামিবিরোধীবিল স্বাক্ষর করার ক্ষেত্রে বিরোধী দলীয় রাজনীতিবিদরা একেবারে নিশ্চুপ…যেখানে তারা উভয়ই সম্মত হয়েছে…সেখানে বুঝুন যে আপনি হেরে গেছেন।Mais alto que o canto de Sevos sobre a #antigaybill é o silêncio dos políticos da oposição… quando ambos concordam… você sabe que perdeu.
28এরিক হোয়াইট ওয়ালকার মনে করেন যে ধর্মীয় নেতারা মানুষের মাঝে নৈতিকতা সঞ্চারিত করতে ব্যর্থ হয়েছেনঃEriche White Walker disse que os líderes religiosos falharam ao instigar a moral nas pessoas:
29যখন রাষ্ট্র আইনের মাধ্যমে নৈতিকতা বিষয়ক ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করা শুরু করে, তখন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়ে যায়।Quando o Estado começa a regular assuntos morais, é sinal de que as instituições religiosas falharam #antigaybill
30#সমকামিবিরোধীবিল “আমি একজন আফ্রিকান” বিতর্ক করে বলেছেন যে একজনের যৌনতা বিষয়ক ধারনা অন্যদের উপর চাপিয়ে দেয়া উচিৎ নয়ঃ“I am an African” (“Eu sou um africano”) argumentou que a idéia de uma pessoa sobre a sexualidade não pode ser aplicada à vida dos outros:
31#সমকামিবিরোধীবিল এর প্রতি উগান্ডার সমর্থন জানানোর বিষয়টি বুঝতে পারছি না!Sem entender o apoio à lei anti-gay da #Uganda!
32যৌনতা নিয়ে আপনার ধারনাকে আপনি অন্যদের উপর চাপিয়ে দিতে পারেন না।Você não pode impor suas idéias de sexualidade aos outros.
33কেউ বলেনি আপনাকে সমকামী হতে হবে!Ninguém disse que você deve ser gay!
34স্টুয়ার্ট গ্রোবেলার ঠাট্টা করে বলেছেন উগান্ডাতে বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ করে আইন পাস করা উচিৎ।Stuart Grobbelaar disse brincando que a Uganda deveria aprovar leis que acabem com o divórcio e instituir o casamento somente com mulheres virgens: Ei #Uganda, muito bem feito com a #antigaybill.
35উগান্ডার শুধুমাত্র কুমার বা কুমারীদেরকে বিবাহের নির্দেশ দেয়া উচিৎঃDiga-me, quando podemos esperar ver a lei #antiDivorce (Anti-divórcio) e a #antiMarryANonVirgin (Anti-casar com uma não virgem) e a #antiBacon?
36হে উগান্ডা, #সমকামিবিরোধীবিল পাসের জন্য অভিনন্দন। আমাকে বলুন, আমরা #এন্টিডিভোর্স, #এন্টিম্যারিএননভার্জিন এবং #এন্টিব্যাকন বিল কবে নাগাদ দেখার আশা করতে পারি?Os Ugandenses se perguntam agora o que acontecerá com as relações entre o seu país e os outros, sobretudo o ocidente, que acredita que a lei viola direitos humanos básicos.
37উগান্ডার নাগরিকেরা তাদের দেশ এবং অন্যান্য দেশ, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর মধ্যকার সম্পর্কের কি হবে তা নিয়ে এখন বিস্মিত।[Correção: O título anterior desta matéria “Ser gay é oficialmente um crime na Uganda” implicava que a lei qualificava pela primeira vez a homossexualidade como ilegal na Uganda.
38কেননা পশ্চিমা দেশগুলো বিশ্বাস করে, আইনটি মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে থাকে।Na verdade, a homossexualidade já era ilegal antes desta lei mais recente.]