# | ben | por |
---|
1 | ইরান: আহমাদিনেজাদের সমর্থকরা অনলাইনে তৃণমূল পর্যায়ের প্রচারণা শুরু করেছে | Irã: Apoiadores de Ahmadinejad lançam campanha popular online |
2 | ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আগামী জুনের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে নাম লিখিয়েছেন। | O presidente do Irã, Mahmoud Ahmadinejad, se registrou como candidato para as eleições presidenciais de junho. |
3 | তার প্রতিদ্বন্দ্বীদের মতো তিনিও অপেক্ষা করছেন কাউন্সিল অফ গার্ডিয়ানদের কাছ থেকে নির্বাচনে অংশগ্রহনের অফিসিয়াল সম্মতির জন্য। | Assim como seus rivais, ele agora espera a aprovação oficial do Conselho dos Guardiões para poder disputar a eleição. |
4 | এরই মধ্যে আহমাদিনেজাদের সমর্থকরা দার এমতেদাদ মেহর নামে (মানে, ‘দয়াশীলতাকে অনুসরন করা') একটি মাল্টি মিডিয়া প্রচারণা শুরু করেছেন যা সামাজিক নেটওয়ার্কিং সাইট যেমন টুইটার, ফেসবুক আর অন্যান্য অনলাইন মিডিয়াতে প্রচারিত হচ্ছে। | Enquanto isso, os apoiadores de Ahmadinejad lançaram uma campanha multimídia chamada Dar Emtedad Mehr [fa] (que significa “Seguindo a Bondade”) em redes sociais online como o Twitter e o Facebook, e em outras mídias online. |
5 | নির্মাতাদের সম্পর্কে কোন তথ্য সাইটে নেই তাই এটা কারা সৃষ্টি করেছেন তাদের আসল পরিচয় অজানা, কিন্তু যে ৮০টি ব্লগ আহমাদিনেজাদকে সমর্থন করে তাদের নাম স্পষ্টভাবে দেয়া আছে। | Não há página de “sobre nós” no website, então a verdadeira identidade do(s) criador(es) é desconhecida, mas os títulos de 80 blogues que apóiam Ahmadinejad são listados em destaque. |
6 | ওয়েবসাইটটি খুবই সক্রিয় আর আহমাদিনেজাদের সমর্থকদের নানা ধরনের সুযোগ দেয় প্রচারণায় অংশগ্রহনের আর তথ্য পাওয়ার। | O website é bastante interativo e proporciona variadas oportunidades para que os apoiadores de Ahmadinejad se envolvam na campanha e recebam informações. |
7 | এই সাইট ইউটিউবে আপলোড করা আহমাদিনেজাদের ভাষণের ভিডিও আর বিভিন্ন শহরে তার ভ্রমণ সম্পর্কে আপডেট করছে টুইটার, ফেসবুক বা এসএমএস বার্তার মাধ্যমে। | O website oferece notícias e atualizações sobre os discursos e as visitas a diferentes cidades realizadas por Ahmadinejad, disponibilizadas no YouTube, e que podem ser enviadas por meio do Twitter [fa], Facebook [fa] ou mensagens SMS. |
8 | এই পর্যন্ত ১৫ জনের কম দার এমতেদাদ মেহর এর টুইটারের প্রচারণা ‘অনুসরণ' করেছেন। | Até agora menos de 15 pessoas estão “seguindo” a campanha Dar Emtedad Mehr no Twitter. |
9 | এই সাইটের কিছু ভিডিও বাজনা দিয়ে খুবই আবেগপূর্ন করা হয়েছে, যেমন একটা যেখানে আহমাদিনেজাদ আরদাবিলে গরিব এক পরিবারের কাছে গিয়েছেন। | Alguns dos vídeos no website tem grande apelo emocional, com o uso de música, como no caso do vídeo que mostra Ahmadinejad visitando uma família pobre em Ardabil [en]. |
10 | ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি যে ওই পরিবারের বাবা এখনো ইরান- ইরাক যুদ্ধ থেকে প্রাপ্ত ক্ষতের কারনে ভুগছেন। | Descobrimos que o pai da família ainda sofre até hoje com os ferimentos sofridos na Guerra Irã-Iraque. |
11 | আহমাদিনেজাদের সমর্থকদের আহ্বান জানানো হয়েছে এই প্রচারণায় অংশগ্রহনের জন্য এসএমএস বার্তা পাঠিয়ে, ফোন করে আর প্রচারণার অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে। | Os apoiadores de Ahmadinejad são convidados a colaborar com a campanha enviando mensagens SMS, fazendo ligações telefônicas [fa] e participando de eventos de campanha [fa]. |
12 | স্বেচ্ছাসেবক যারা তৃণমূল পর্যায়ে অংশগ্রহন করতে চান তারা একটা ফর্ম ভরে দিতে পারেন যেখানে তিনটা জায়গার মধ্যে তারা বেছে নেবেন কোথায় তারা আহমাদিনেজাদের প্রার্থীতার জন্য প্রচারণা করবেন: ১) স্কুল, ২) মসজিদ এবং ৩) জনবহুল জায়গা। | Voluntários que desejem participar destas atividades populares podem preencher um formulário, marcando um de três campos onde podem escolher promover a candidatura de Ahmadinejad em: 1 - escolas, 2 - mesquitas, 3 - lugares públicos. |
13 | ব্লগারদেরকেও আমন্ত্রণ করা হয়েছে আহমাদিনেজাদের নির্বাচনের প্রতীক তাদের ব্লগে দেয়ার জন্য। | Blogueiros também são convidados a colocar o logotipo eleitoral de Ahmadinejad em seus blogues. |
14 | যখন আহমাদিনেজাদের সমর্থকরা বিভিন্ন ক্ষেত্রে সোচ্চার হয়ে উঠছেন, ইরানী প্রেসিডেন্ট তার নিজের ব্লগ প্রায় এক বছর যাবত আপডেট করেননি। | Enquanto os apoiadores de Ahmadinejad se tornaram ativos em diferentes fronts visuais, o próprio presidente iraniano não tem atualizado [En] seu próprio blog por aproximadamente um ano. |