Sentence alignment for gv-ben-20100728-11998.xml (html) - gv-por-20100728-10514.xml (html)

#benpor
1ভারত: ফর্সা, সুন্দর আর ফেসবুকে থাকাÍndia: Pele clara e adorável no Facebook
2ছবি ভাটন্যাচারালি ব্লগের সৌজন্যেImagem cedida pelo blog Bhatnaturally
3ফেসবুকের নতুন একটা অ্যাপ্লিকেশন ভারতে বির্তকের সৃষ্টি করছে।Uma nova aplicação do Facebook tem levantado controvérsias na Índia.
4ফেসবুকের এই অ্যাপের নির্মাতা হচ্ছে ভ্যাসেলিন, যা ইউনিলিভারের মালিকানাধীন একটি ক্রীম জাতীয় পণ্য। এই অ্যাপটি ফেসবুকের ব্যবহারকারীদের প্রোফাইলের ছবিতে চামড়ার রঙ ফর্সা করার সুযোগ দিচ্ছে।A aplicação do Facebook [En - para todos os links deste texto], lançada pela marca Vasenol, uma linha de produtos da Unilever, permite aos usuários clarear a cor da pele nas fotos dos seus perfis.
5এটি প্রথমবার না যে ‘ফর্সা' হওয়ার পণ্য নিয়ে ভারতীয় ব্লগ জগৎে বহুল আলোচিত হয়েছে।Não é a primeira vez que o desejo pela ‘brancura' é discutido na blogosfera Indiana.
6তবে যে অ্যাপ্লিকেশনটির কথা বলা হচ্ছে সেটা পুরুষদের ফর্সা করার পণ্য তুলে ধরছে, যেটা একটা নতুন ধারা।Entretanto, a aplicação em questão promove um produto destinado aos homens, o que é uma tendência relativamente nova.
7এখন পর্যন্ত গায়ের রং ফর্সা করার পণ্য ভারতে নারী ভোক্তাদের লক্ষ্য করেই সাধারণত: বাজারজাত করা হয়।Até agora, a maioria dos cremes de clareamento no mercado indiano visava as consumidoras.
8লে সাই লক্ষ্য করেছে:Le Sigh observa:
9এই বিজ্ঞাপনের যে ব্যাপারটা আমার চোখে সব থেকে বেশী লাগে সেটা হল, এটা পুরুষদের ফর্সা ত্বকের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে কেবলমাত্র মেয়েদের না।A coisa que mais me chamou a atenção sobre esta peça publicitária é que o foco está sobre a necessidade dos homens de ter uma pele mais clara, não das mulheres.
10এটার জন্য আমার মাথায় গন্ডগোল হয়ে যায় কারন এই অঞ্চলে বলতে গেলে মহিলারা এই ধরণের সংস্কৃতি তুলে ধরেন, পুরুষরা না।Isso me impressiona, considerando que, falando de um ponto de vista antropológico, são as mulheres que representam a cultura e não os homens.
11এক দিক থেকে এইসব বিজ্ঞাপন অগ্রগতির লক্ষণ কারন ‘ফর্সা' হওয়ার ব্যাপারে তারা পুরুষদের চাহিদাও অন্তর্ভুক্ত করেছে।De certo modo, este tipo de publicidade dá um passo a frente ao incluir os homens no diálogo sobre “a beleza da pele branca”.
12লে সাই এর পোস্টের উত্তরে, মন্তব্য করেছেন স্নেহা, যিনি একটা বিজ্ঞাপন সংস্থাতে কাজ করেন, আর সেখানে তিনি কিছু কারন তুলে ধরেছেন কেন প্রস্তুতকারকেরা পুরুষদের রং ফর্সা করার ক্রিমের প্রতি জোর দিচ্ছে।Em resposta ao texto do Le Sigh, um comentário de Sneha, que trabalha para uma agência publicitária, destaca algumas das razões pelas quais os homens estão se tornando alvo das indústrias de creme de clareamento:
13ভারতের শহুরে পুরুষরা আগের থেকে এখন অনেক বেশী সচেতন তাদের বাহ্যিক সৌন্দর্যের ব্যাপারে।Os homens que vivem em cidades da Índia hoje estão muito mais preocupados com sua aparência do que antes.
14আজকে, কর্মক্ষেত্রে বা অন্য কোথাও, অনেক বেশী পুরুষ নারীদের সংস্পর্শে আসছেন যারা তাদের আয় আর কাজের মানের সমকক্ষ।Hoje, no lugar de trabalho ou fora dele, muitos homens estão em contato com mulheres que recebem os mesmos salários ou ocupam os mesmo postos de trabalho.
15আর আয়োজিত বিয়ে ব্যবস্থার চল বাদ দিয়ে বিয়ের আগে মেলামেশা যখন সাধারণ ব্যাপারে পরিণত হচ্ছে, পুরুষদের উপরে চাপ বৃদ্ধি পাচ্ছে সুন্দর ভাবে নারীদের সামনে নিজেদেরকে উপস্থাপনা করার ব্যাপারে… ভারতীয় সংস্কৃতিতে ফর্সা হওয়া যুগ যুগান্তরের আকাঙ্ক্ষা - পুরুষদের সাথে দলগত আলোচনা আর সাক্ষাতকারের সময়ে আমরা এটা দেখতে পাই।Além disso, quanto mais relacionamentos se desenvolvem fora do sistema de casamentos arranjados e mais comuns se tornam os encontros antes do casamento, mais os homens passam a sentir o aumento da pressão para serem charmosos e parecerem atraentes para essas mulheres. … Pele clara tem sido uma obsessão antiga na cultura indiana, e nós descobrimos que em grupos de discussão e entrevistas com homens, quando perguntados o que mudariam se pudessem, a resposta era a cor da pele.
16আর যখন জিজ্ঞাসা করা হয়েছিল কোন একটি জিনিষ তারা পরিবর্তন করতে চান - এটা অবশ্যই তাদের চামড়ার রঙ।
17র‍্যান্টিংস অফ আ হোমসিক লুনাটিক ব্লগের সুহেইল ভারতে যে সুক্ষ্ণ বর্ণবাদী দিকটার অস্তিত্ব আছে সেটা আলোচনা করেছেন, যেখানে অনেক সমাজে ফর্সা চামড়াকে বেশী পছন্দ করা মানুষের মনের ভিতরে প্রোথিত।Suhail em Rantings of a Homesick Lunatic discute o racismo subliminar que existe na Índia, onde a preferência pela pele mais clara está profundamente entranhada em muitas comunidades.
18এই লুকানো পছন্দ অনেকভাবে উন্মোচিত হতে পারে।Esta preferência pode se manifestar de muitas formas.
19বেশ পরিষ্কার কিছু ব্যাপার দেখা যায় চলচিত্র জগৎে - দক্ষিণে নারীদের দুধের মতো সাদা ত্বক লাগে তারকাদের সাথে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য, যারা মাঝে মাঝে খুবই ফর্সা হয়ে থাকেন কিন্তু সেটা বেশী নারীবিদ্বেষী বর্ণবাদ থেকে।Algumas observações muito óbvias são a indústria cinematográfica, e atrizes da região sul do país devem ter a pele branca como leite para assumir papéis de destaque ao lado de “estrelas”, que algumas vezes estão na outra ponta da escala de tons de pele, mas isso é mais sexista do que racista.
20আমার কাছে এটা প্রায় পরিষ্কার যে টিভি আর মিডিয়ার লোকেরা ক্যামেরার সামনে উপস্থাপনের জন্য সব সময়ে ফর্সাদের দিকে বেশী ঝুঁকে পড়ে।Tornou-se bastante aparente para mim que os trabalhos como âncoras e apresentadores na TV e outros meios quase sempre vão para o candidato com a pele mais clara.
21ফ্রেশব্রিউ বলেছে যে পণ্যের বাজারজাত করার কৌশলকে ঘিরে এই আলোচনা হচ্ছে তা এটা শুধুমাত্র ‘রং ফর্সা' করার ব্যাপারটি বাজারজাত করতে চাচ্ছে সেটি কেন্দ্র করে নয় বরং এটি বিক্রি করতে চাচ্ছে পুরুষদের কাছে, সে কারনেই মানুষ উঠে বসে এর প্রতি নজর দিচ্ছে।Freshbrew chama atenção para o fato de que o aspecto controverso da estratégia de marketing do produto não é tanto sua tentativa de vender ‘brancura' mas o fato de vendê-la para homens, e é por essa razão que as pessoas estão notando e discutindo o assunto.
22ভ্যাটন্যাচারালি জানিয়েছে যে এই পণ্যের উৎপাদনকারীদের দোষ দেয়ার কোন মানে হয়না, আর এই প্রচারণার ‘ডিজিটাল' ব্যাপারটা এই পণ্য আর অ্যাপ্লিকেশনের দিকে বেশী দৃষ্টি আকর্ষণ করছে।Bhatnaturally observa que talvez não tenha sentido culpar os fabricantes do produto, e pode ser que a natureza ‘digital' da campanha direcione mais o foco para o produto e a aplicação.
23মানুষ এই ধরনের ব্র্যান্ডকে দোষারোপ করেন ফর্সা হওয়ার ব্যাপারটিকে উত্তম আর বেশী চাহিদার জিনিষ হিসাবে দেখানোর জন্য আর এর ফলে সমাজের ক্ষতি হয়।As pessoas acusam marcas como essas de reforçar a noção de que a pele clara é mais desejável e superior, e de trazer grande prejuízo à sociedade.
24এর বিরুদ্ধে বিতর্ক হচ্ছে যে এই ধরণের ব্র্যান্ড কেবলমাত্র পূর্বে থেকে থাকা চাহিদাকে কাজে লাগাচ্ছে (এমন ধরনের পণ্য তৈরীর চিন্তা বা প্রচারের অনেক আগে থেকেই) যা কেউ শুনছেন না।O contra-argumento de que essas marcas meramente exploram uma necessidade pré-existente (muito antes mesmo da concepção e anúncio de seus produtos) cai em ouvidos surdos.
25বিভিন্ন ব্লগে বিভিন্ন মন্তব্যে এমনই মনোভাব শোনা যাচ্ছে, যেখানে অনেকে মনে করছেন যে ফর্সাদের প্রতি মানুষের পছন্দ যারা বিচার করছেন তারা বিদ্যমান সংস্কৃতিক পরিস্থিতির সাথে পরিচিত নন আর তাই বর্ণবাদের কথা আসছে।Sentimento semelhante tem ecoado em muitos comentários espalhados por vários blogs, nos quais pessoas expressam que a preferência por uma pele clara está sendo julgada por aqueles que não são familiarizados com o contexto cultural, e por isso o rotulam de racista.
26গৌতম রামদুরাই ডেনাহ বয়েডের পোস্টে মন্তব্য করেছেন:Gautam Ramdurai comenta em Danah Boyd's post:
27পশ্চিমের এই নিয়ে হইচই করা বেশ মজার- আর কিছুটা অজ্ঞতার কারনে হচ্ছে।O protesto ocidental é interessante - e está enraizado em certa ignorância.
28ব্যাপারটা হচ্ছে সৌন্দর্য নিয়ে মানুষ কি ভাবে সেটা নিয়ে, বর্ণবাদের ব্যাপার না।O debate é sobre a percepção de beleza e não de raça.
29যারা এই ব্যাপারে মন্তব্য করছেন তাদের অনেকেই জানেন না ভারতে সৌন্দর্যের সংজ্ঞা কি- আর তাই এটাকে ‘বর্ণবাদী' বিষয় হিসাবে দেখা হচ্ছে।Obviamente, muitos dos que comentaram este tópico não têm ideia alguma sobre a noção do que é belo na Índia - logo, parece se tratar de uma aplicação obviamente “racista”.
30ভারতে এমন মানুষ আছে যারা মনে করে এই অ্যপ্লিকেশন (আর এই পণ্য) ঘৃণ্য- কিন্তু অন্য কারনে।Há pessoas na Índia que consideram esta aplicação (e o produto) desprezível - mas por motivos diferentes.
31আমি একই অভিযোগ অনেক পশ্চিমা পণ্যের বিরুদ্ধে করতে পারি- যেমন ট্যানিং সালোন, রোগা থাকার প্রচন্ড ইচ্ছা ইত্যাদি- কিন্তু এটার কোনটাই এই ব্যাপারের জটিলতা বোঝানোর জন্য যথেষ্ট না।Eu posso citar muitos exemplos ocidentais para o mesmo assunto - como câmaras de bronzeamento artificial, a obsessão por permanecer magro etc - mas nenhum deles chega perto de explicar a complexidade dessa questão.
32আমার অবাক লাগে যে, কি করে ‘চ্যাপ্টা বিশ্বের' অংশ হিসাবে- আমরা এখনো আমাদের পক্ষপাতিত্বের চশমা না খুলে দেখি বিচার করি বিশ্বের অন্য দিকের সামাজিক-সাংস্কৃতিক ঘটনা।Me surpreende como, mesmo fazendo parte de um “mundo plano”, nós ainda não conseguimos sair de nossa zona de conforto quando olhamos para acontecimentos sócio-culturais de outras partes do globo.