# | ben | por |
---|
1 | ছবিতে ইরানের নির্বাচন | Eleição Iraniana em Fotos |
2 | ইরানের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হল ১২ জুন। | A eleição presidencial iraniana [en] aconteceu no dia 12 de junho. |
3 | রাষ্ট্রপতি পদের জন্য ৪০০ স্ব-নিবন্ধিত পুরুষ ও নারী প্রার্থীর মধ্যে থেকে গার্জিয়ান কাউন্সিল কেবল চারজনকে বাছাই করে তাদের রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করার সরকারী অনুমতি প্রদান করে। | Apenas quatro homens, de mais de 400 homens e mulheres auto-registrados, receberam a aprovação oficial pelo Conselho dos Guardiães para candidatura. |
4 | তীক্ষচোখের ব্লগার চিত্রগ্রাহকরা ইরানের রাস্তায় প্রিয় প্রার্থীদের স্বপক্ষে তার অনুসারীদের প্রচারণা চালানোর মুহুর্ত ও দৃশ্য তুলে রেখেছেন। অনুসারীরা তাদের প্রার্থীর পক্ষে প্রচারণা এবং রাজনৈতিক দাবী তুলে ধরে। | Os olhos atentos dos fotógrafos-blogueiros capturaram momentos e cenas nas ruas do Irã onde as pessoas divulgaram seus candidatos favoritos e seus pedidos políticos. |
5 | ফেমিনিস্ট স্কুল বা নারীবাদী মতাদর্শের অনুসারীদের, “নির্বাচনে নারীদের স্বাধীন ভাবে অংশগ্রহণ” সমন্ধে দাবীর সময় মারিয়াম মজিদ তাদের তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন। | Maryam Majd publicou muitas fotos no site Feminist School [Escola Feminista] a respeito da “presença independente das mulheres no espaço eleitoral”. |
6 | ফেমিনিস্ট স্কুলের ক্ষেত্রে আমরা পড়ি যে, “তাজরিশ ইমামজাদেহ সালেহ (ইরানের উত্তরে অবস্থিত এক পবিত্র মাজার) এবং স্মরণীয় তাজরিশ বাজার “যৌথ নারী আন্দোলনের” স্বেচ্ছাসেবকদের মুল কেন্দ্র। | No site Feminist School lemos que “Tajrish sq. Emamzadeh Saleh (um local sagrado no norte de Teerã) e o memorável Tajrish Bazaar foram sedes para voluntários da “Coalizão do Movimento das Mulheres”. |
7 | তারা উৎসাহের সাথে শহরের নির্বাচনে নারীদের স্বতন্ত্র উপস্থিতির দাবী করছিল। | Eles solicitaram com entusiasmo a presença independente das mulheres no espaço eleitoral da cidade. |
8 | তাদের আওয়াজ ছিল: “আমরা নারী অধিকারের জন্য ভোট দেই”। | Seu slogan foi: “Nós votamos pelos Direitos das Mulheres”. |
9 | ইরানের কতৃপক্ষের কাছে তাদের দাবী, কর্তৃপক্ষ যেন নারীদের বিরুদ্ধে যে সকল বৈষম্যমুলক আইন রয়েছে তা বাতিল করে। | O desejo delas é fazer com que as autoridades iranianas coloquem um fim nas leis discriminatórias contra as mulheres. |
10 | সাবা ভাসেফি ফেমেনিস্ট স্কুলের এই আন্দোলনের দৃশ্য তুলে ধরেছেন। | Saba Vasefi também capturou a ação do movimento no Feminist School. |
11 | জোহরিপক্স ফোটো ব্লগে আমরা দেখছি কি ভাবে মাহমুদ আহমাদিনেজাদ এবং মীর হোসেন মুসাভির সমর্থকরা তাদের প্রিয় প্রার্থীর ছবি দোলাচ্ছে। | Em Zoherpix Photo blog nós vemos como as pessoas que dão apoio a Mahmoud Ahmadinejad e Mir Hussein Mousavi marcam as fotos de seus candidatos favoritos: |