Sentence alignment for gv-ben-20150616-49208.xml (html) - gv-por-20150610-58949.xml (html)

#benpor
1এক মিউজিক ভিডিওর মাধ্যমে, ব্রাজিলে স্বাগত জানানোর জন্য শরণার্থীরা দেশটিকে ধন্যবাদ জানাচ্ছেEm música e videoclipe, refugiados agradecem ao Brasil por acolhê-los
2ইউটিউব থেকে গ্রহণ করা স্ক্রিনশটCaptura de tela do Youtube
3ব্রাজিলের সাওপাওলো নগরীতে বাস করা একদল শরণার্থী তাদের জন্য ব্রাজিলের দ্বার উন্মুক্ত করে দেওয়ায় দেশটিকে ধন্যবাদ জানাতে গান লিখে তাতে সাথে সুর বেঁধে এক মিউজিক ভিডিওতে তৈরী করেছে, পাশাপাশি এই ভিডিওর উদ্দেশ্য শরণার্থী বিষয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি করছে।Um grupo de refugiados residentes de São Paulo compôs uma música e produziu um vídeo para agradecer ao Brasil por recebê-los - e também para sensibilizar a população local sobre a questão do refúgio.
4এই মিউজিক ভিডিওতে বিশ্বের প্রায় ৩০টি দেশের ভিন্ন ভিন্ন জাতির নাগরিক অংশগ্রহণ করেছে, যার অর্থায়ন করেছে গ্লোবাল ইয়োথ ইনিসিয়েটিভ ফান্ড, এটি ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সির (ইউএনএইচসিআর) এক কর্মসূচি, যা তরুণ শরণার্থীদের গ্রহণ করা প্রকল্পকে সমর্থন করে।Mais de 30 refugiados de diferentes nacionalidades participaram da produção do clipe, que foi financiado por meio do Global Youth Initiative Fund (Fundo Global para a Iniciativa Jovem), programa do Alto Comissariado das Nações Unidas para Refugiados (UNHCR) de incentivo a projetos liderados por jovens refugiados.
5তারা সাওপাওলোর বিখ্যাত ভবনগুলোর পাশ দিয়ে হেঁটে যায়, এতে অংশ গ্রহণ করা ব্যক্তিদের মধ্যে অন্যান্যদের সাথে রয়েছে নাইজেরিয়া,সিরিয়া এবং বাংলাদেশের নাগরিক।
6গানের মধ্যে দিয়ে তার তুলে ধরেছে তারা কেন তাদের স্বদেশ ত্যাগ করল তার কারণ এবং ব্রাজিলে এসে তারা যে সমস্ত ভ্রান্ত ধারণার মুখোমুখি হয়েছে সে সম্বন্ধে। নীচে গানটির ইংরেজি ভাষায় তৈরী সাবটাইটেলের এই ভিডিওটি দেখুন:Enquanto caminham por locais famosos da cidade de São Paulo, o elenco - composto por participantes da Nigéria, Síria, Bangladesh, entre outros países - cantam sobre os motivos que os levaram a deixar seus lugares de origem e sobre os preconceitos que às vezes enfrentam no Brasil.
7বর্তমানে ব্রাজিলে শরণার্থীদের আশ্রয় গ্রহণের হার বিগত চার বছরে ১২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা একই সাথে ব্রাজিলের নাগরিকদের দিক থেকে কৌতূহল এবং বৈষম্যের সৃষ্টি করেছে।O número de refugiados no Brasil cresceu 1200% nos últimos quatro anos, o que tem despertado tanto o interesse quanto o preconceito dos brasileiros.
8ব্রাজিলিয়ান ন্যাশনাল কমিটি ফর রিফিউজি (কোনারে)-এর সংবাদ অনুসারে, ব্রাজিলে বর্তমানে বৈধ ভাবে ৮১টি দেশের ৭,৭০০ নাগরিক শরণার্থী মর্যাদা নিয়ে বাস করছে, যাদের বেশীর ভাগ এসেছে সিরিয়া, কলম্বিয়া এবং গণ প্রজাতন্ত্রী কঙ্গো থেকে।De acordo com Comitê Nacional para Refugiados (Conare), são 7.700 pessoas de 81 nacionalidades atualmente reconhecidas como refugiadas no Brasil, sendo a maior parte da Síria, Colômbia, Angola e República Democrática do Congo.