Sentence alignment for gv-ben-20111228-21880.xml (html) - gv-por-20111228-25873.xml (html)

#benpor
1সিঙ্গাপুরঃ পশুপ্রেমীরা রাস্তার নেড়ি কুকুরদের বাঁচানোর জন্য আন্দোলন করছেCingapura: Campanha para salvar cães de rua
2সিঙ্গাপুর-এর পুঙ্গাল নামক এক এলাকায় নতুন তৈরি করা পার্কে, প্রাতঃভ্রমণের সময় এক ব্যক্তিকে কয়েকটি নেড়ি কুত্তা আচড় এবং কামড় দেওয়ার কারণে, জৈব খাদ্য এবং পশু বিষয়ক কর্তৃপক্ষ (আভা) এই এলাকার সকল নেড়ি কুত্তার ধরার এক কাজ শুরু করেছে। এই ঘটনায় প্রায় ৩০টি নেড়ি কুকুর আটক ধরা হয়েছে।Depois que um corredor foi arranhado e mordido por uma matilha de cães vadios no dia 14 de dezembro de 2011, em um novo parque em Punggol, na Cingapura, a Autoridade de Veterinária e Agricultura (AVA) do país intensificou os esforços para capturar os cães vadios dos arredores.
3এর মধ্যে চারটিকে মনে করা হয়েছিল আক্রমণাত্মক, এবং সেগুলোকে মেরে ফেলা হয়েছে।Quase 30 animais foram capturados, dos quais quatro foram considerados agressivos e abatidos.
4এই ঘটনার পর থেকে সিঙ্গাপুরের পশু-প্রেমীরা এই ঘটনার বিরুদ্ধে শোভাযাত্রা বের করেছে, তারা একটি ফেসবুকে একটা পাতা তৈরি করে, যেখানে তারা, পাসির রিস-পুঙ্গাল-জিয়ারসি-এর সংসদ সদস্যা মিজ পেনি লো এবং আভার কাছে এই অপ্রয়োজনীয় প্রাণী হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে। .Desde então, protetores dos animais de Cingapura se uniram em campanha, criando uma página no Facebook e apelando à AVA e à Sra Penny Low, parlamentar representante do círculo eleitoral de Pasir Ris-Punggol (GRC), para pôr fim ao abate.
5গৃহহীন পশুর সংখ্যা কমিয়ে আনার অনেক কার্যকরী উপায় আমরা ব্যবহার করতে পারি।Há muitas maneiras de reduzir significativamente a população de animais de rua.
6আমরা জনগণকে সক্রিয় ভাবে উৎসাহ প্রদান করতে পারি, যাতে তারা এইসব প্রাণীদের ত্যাগ করার জন্য রাস্তায় ছেড়ে না আসে।Desencorajar ativamente as pessoas a abandonarem os animais.
7আসুন আমরা নাগরিকদের উৎসাহিত করি যেন তারা তারা পোষা প্রাণীদের জন্য নিজ গৃহে একটা আশ্রয়স্থল তৈরি করে।Permitir que as pessoas abriguem animais em seus apartamentos.
8প্রাণীদের জন্মনিয়ন্ত্রণ-এর বিষয়ে সমর্থন এবং উৎসাহ প্রদান করি।Apoiar e incentivar a esterilização de animais.
9জন নিরাপত্তার নামে গৃহহীন হাজার হাজার এইসব প্রাণীকে হত্যা করার চেয়ে এই সব সমাধান গ্রহণ করা অনেক ভালো।Todas essas soluções seriam melhores do que matar dezenas de milhares de animais de rua, sob o pretexto de ‘segurança pública'.
10এছাড়া স্বেচ্ছাসেবকেরা, কুকুরকে এই ভাবে নিধনের হাত থেকে রক্ষা করার কার্যক্রম শুরু করেছে, তারা কুকুরের ছবি গ্রুপে তুলে দিয়ে, উক্ত কুকুরে জন্য লালন-কারী এবং পালকের অনুসন্ধান করছে।Os voluntários também começaram a resgatar os cães do abate, publicando fotos no grupo e procurando lares adotivos ou temporários.
11একটি কুকুরকে উদ্ধার করা হয়েছে এবং এখন তার এখন একটি বাসা দরকার।Um dos cães resgatados que agora está a procura de um lar.
12( ছবি হক কাট ওয়াইজ-এর কাছ থেকে নেওয়া হয়েছে)।(Foto de Hawk Cut Weis no Facebook).
13হাসলিন্ডা আশা করছে যে এই ধরনের ঘটনা সত্ত্বেও জনগণ সেই এলাকায় ভ্রমণ করা বন্ধ করবে না :Haslinda [en] espera que o incidente não tire o ânimo das pessoas de visitarem a área:
14যারা এই সমস্ত এলাকার সাথে পরিচিত, তারা হয়ত প্রায়শই এখানকার রাস্তায় এ রকম কুকুরদের ঘুরে বেড়াতে দেখে থাকেন।Os que estão familiarizados com o local devem ter visto os cães vadios várias vezes.
15আমি আশা করি যে এই সংবাদে কেউ সেই এলাকা ভ্রমণ করা থেকে বিরত থাকবে না।Espero que esta notícia não tenha tirado a vontade de ninguém de visitar este lugar.
16আমি কেবল কয়েকটি জায়গার কথা উল্লেখ করতে চাই, যেখান আমি কুকুরদের ঘুরে বেড়াতে দেখেছি।Só queria apontar alguns locais onde eu os vi.
17কাজে যদি এই সব কুকুরদের সেখানে ইতস্তত ঘুরে বেড়াতে দেখেন, তাহলে বুঝবেন এখানে বিস্ময়ের কিছু নেই।Portanto, não se surpreenda se você os vir passeando por lá.
18তারা কোন কারণ ছাড়া কাউকে আক্রমণ করে না।Eles não vão atacar ninguém sem motivo.
19@জালান্ট্রু এইসব নেড়ি কুকুরদের হত্যার ঘটনায়, তার বিপরীত চিন্তা ব্লগ করেছে :@jolantru [en] bloga sobre sua oposição ao abatimento dos animais:
20“ তাদের এই ভাবে মেরে ফেলার দৃশ্য মনে আঘাত তৈরি করে।… vê-los sendo abatidos dói.
21আমি অনুভব করছি সব জায়গায় সার্স ছড়িয়ে আছে।Parece com SARS.
22আমি পোষার জন্য একটি মেয়াওকে গ্রহণ করেছি, একটি বিড়াল ছানা, যাকে আমি সেই হতভাগ্য বছরটিতে গ্রহণ করেছি। আর এখন সে আমার সাথে রয়েছে।Eu adotei Meow, um gatinho achado nas ruas durante esse ano fatídico, e ele está comigo agora, um felino saudável e extremamente afetuoso.
23সে এক স্বাস্থ্যবান এবং প্রিয় এক বিড়াল [টম]।
24বিড়াল প্রেমীরা এই বৈষম্যপূর্ণ ভাবে হত্যার ঘটনায় হতবাক এবং ক্ষুব্ধ হয়েছিল।Amantes dos gatos ficaram chocados e indignados com o abate indiscriminado.
25সম্ভবত আভা কেবল তার দায়িত্ব পালন করেছে- কিন্তু হত্যা কোন সমাধান নয়।Talvez, a AVA esteja apenas fazendo seu trabalho - mas matar não foi a resposta.
26তবে আভা, সিঙ্গাপুরের নাগরিকদের নিরাপত্তা, এবং একই সাথে জলাতঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ন্ত্রণ থাকা এবং তা প্রতিরোধ করার বিষয়টি নিশ্চিত করার বিষয়ে তাদের বক্তব্য প্রদান করেছে।AVA citou a necessidade de garantir a segurança dos cidadãos de Cingapura, assim como controlar e prevenir a propagação da raiva.