Sentence alignment for gv-ben-20121118-32912.xml (html) - gv-por-20130114-39379.xml (html)

#benpor
1একটি পরিত্যক্ত ইয়েমেনী ইহুদি গ্রামের ধ্বংসাবশেষResquícios de uma vila judeu-iemenita abadonada
2ইয়েমেনী ব্লগার রুজ আলওয়াজির (@রুজ১২৯) বেইত বোওসে নামের একটি পরিত্যক্ত ইহুদি গ্রামে তাঁর সফরের কিছু বিস্ময়কর ছবি শেয়ার করেছেন। গ্রামটি পাথুরে পর্বতের উপর অবস্থিত এবং সানা থেকে সেখানে যেতে ১৫ মিনিট সময় লাগে।A blogueira iemenita Rooj Alwazir (@Rooj129) compartilha fotos incríveis de sua visita à vila judeu-iemenita abandonada de Beit Baws, empoleirada em uma montanha rochosa, a 15 minutos de Sanna, capital do país.
3আলওয়াজির তাঁর ভ্রমণের কিছু টুকরো অংশ একটি স্লাইডশোর মাধ্যমে দেখিয়েছেন।Em um slideshow, Alwazir mostra trechos de sua excursão.
4আমরা চৌদ্দজন একসাথে একটি আনন্দ ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং একটি সাদা ভ্যানে সবাই ব্যাগ গুছিয়ে নিয়ে রওনা হলাম।
5আমরা একটি পরিত্যক্ত ইহুদি অধ্যুষিত গ্রাম, বেইত বোওসে গিয়েছিলাম, যা পাথুরে পর্বতের উপর অবস্থিত এবং সানা থেকে সেখানে যেতে মাত্র ১৫ মিনিট সময় লাগে।Juntos em uma van branca, 14 de nós decidimos fazer uma viagem e visitar uma aldeia judaica abandonada, Beit Baws, uma aldeia empoleirada em uma montanha rochosa, a 15 minutos de Sanaa.
6তাঁর শেয়ার করা ছবিগুলো থেকে দু'টি ছবি:Aqui ha duas fotos postadas por ela:
7বেইত বাওস-পর্বতের উপর দন্ডায়মান।Beit Baws - Empoleirada nas montanhas.
8ছবিটি তুলেছেন রুজ আলওয়াজির।Foto de Rooj Alwazir
9বেইত বাওস গ্রামে পর্বতটির ধারে খোদাই করা ঘরবাড়ি।Casas esculpidas no lado da montanha em Beit Baws.
10ছবিটি তুলেছেন রুজ আলওয়াজির।Photograph by Rooj Alwazir
11১৯৪০ সালের শেষ দিকে ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের প্রথম বছর “অপারেশন ম্যাজিক্যাল কার্পেট” চলার সময় ইয়েমেনী ইহুদিদের অনেকেই দেশ ছেড়ে ইসরাইল চলে যায়।Muitos judeus iemenitas migraram para Israel durante a “Operação Tapete Mágico” [en] no fim dos anos 40, nos primeiros anos de existência do Estado judeu.
12কেউ কেউ ইয়েমেনে থেকে গিয়েছিলো। কিন্তু দুঃখের বিষয়, তাদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে ।Alguns preferiram permanecer no Iêmem, mas seu número diminui devido às ameaças que sofrem de islamitas radicais.
13কারণ বেশীরভাগ ইহুদিরাই মুসলিম প্রগতিবাদীদের হুমকিতে দেশ ছেড়ে চলে যাচ্ছে।
14ইয়েমেনী ইহুদি সম্প্রদায়টি তাদের সংস্কৃতির বেশীরভাগই ইয়েমেনের উত্তর অংশে সংরক্ষণ করে রেখেছে।A comunidade judia do Iêmem preserva sua cultura principalmente no norte do país, onde são conhecidos artesãos e os melhores ourives.
15কারিগরির জন্য তাঁদের বেশ সুনাম রয়েছে এবং রূপার গহনা তৈরীতে তাঁরা সবচেয়ে দক্ষ।Este vídeo postado por omrisharaby dá um vislumbre de suas vidas no Iêmen.
16ওমরিশারাবির পোস্ট করা এই ভিডিওটিতে ইয়েমেনে তাদের জীবনযাপনের কিছুটা আভাস পাওয়া যাবে।
17ভিডিওটিতে যে গানগুলো রয়েছে তা বিখ্যাত শিল্পী মরহুম ওফরা হাজার। তিনি ছিলেন ইয়েমেনের ইহুদি বংশদ্ভূত।As músicas no vídeo são cantadas pela famosa cantora Ofra Haza, que tinha origem judeu-iemenica.