Sentence alignment for gv-ben-20131125-40141.xml (html) - gv-por-20131208-48448.xml (html)

#benpor
1ছবিঃ সিরিয় শরনার্থীদের নিয়ে পাঁচটি ছোট গল্পFOTOS: Cinco histórias de refugiados sírios que você precisa conhecer
2এই পোস্টটি আমাদের বিশেষ কভারেজ “সিরিয়ায় বেঁচে থাকা”র একটি অংশ।
3সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্রমাগতভাবে সিরিয়ার নাগরিকদের হত্যা করতে থাকায় যখন সারা বিশ্ব বেশ খুশি বলে মনে হচ্ছে, তখন আন্তর্জাতিক গণমাধ্যম, পত্রিকা, ব্লগ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং শৌখিন ও পেশাদার ফটোগ্রাফাররা ২০ লক্ষ সিরিয় শরনার্থীর (২০১৩ সালের অক্টোবর মাসের আনুমানিক হিসাব) গল্প এবং দু:খ যাতনা দিয়ে ইন্টারনেট সঞ্চারিত করছেন।
4তা সত্ত্বেও এই পোস্টটি “সিরিয়ার বাইরে বেঁচে থাকা” হিসেবে বিবেচনা করা উচিৎ।
5কিন্তু এটি সিরিয়াতে বেঁচে থাকা, শিরোনামের আমাদের বিশেষ কভারেজের একটি অংশ হিসেবে বিবেচিত হবে। সিরিয় দ্বন্দ্বের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের অবদান তুলে ধরার জন্য এই পোস্টটি প্রকাশ করা হয়েছে।Enquanto o mundo parece feliz com o fato do presidente sírio, Bashar Al Assad, continuar matando a população que permanece no país [en], a mídia internacional, jornais, blogs, redes sociais, fotógrafos amadores e profissionais estão divulgando em massa na internet as histórias e a miséria de dois milhões refugiados sírios [en] (estimativa de outubro de 2013).
6এই পোস্টটির জন্য প্রতিবেশী দেশগুলোতে সিরিয়ার জনগণের যুদ্ধে সাহসিকতার কথা উল্লেখ করতে বেশ কিছু ছবি বাছাই করা হয়েছে।Este post, que na verdade deveria se chamar “Sobrevivendo fora da Síria”, faz parte da cobertura especial Sobrevivendo na Síria [en], que revela a visão da mídia social sobre o conflito.
7সিরিয়ার শিশু এবং নারীরা তাদের আবাসস্থল ও পরিবার থেকে দূরে থাকার কারণে যেসব অন্ধকার, কঠিন এবং বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে, সেসব ছবির মাধ্যমে ব্যাখ্যা করার জন্যই এই আয়োজন।
8সিরিয়ার শরণার্থীরা যেসব সমাজে গিয়ে আশ্রয় নিয়েছে, সেখানে আবার তারা নানান দুর্ভাগ্যের শিকার হচ্ছে।As fotografias selecionadas ilustram uma vida escura, dura e real enfrentada por crianças e mulheres sírias que estão longe de suas casas e famílias.
9তুরস্কে রেয়হানলি বোমা বিস্ফোরণের পর সিরিয় শরনার্থীরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়, অবশ্যই তা সিরিয়ার উদ্বাস্তু মেয়েদের দুর্দশার কথা উল্লেখ করতে নয়।Um mau destino tem acompanhado alguns refugiados nas sociedades que lhes acolhem. Na Turquia, refugiados foram alvejados após explosões de Reyhanlı [en], sem mencionar o apuro das meninas refugiadas [en].
10গল্প ১:
11প্রায় ৩ বছরের দীর্ঘ দ্বন্দ্বের সময়টাতে সিরিয়ার যেসব শরনার্থী লেবাননে পালিয়ে গিয়েছে,তাদের ছবিগুলো ফটোজার্নালিজমাস সামাজিক যোগাযোগের মাধ্যম টাম্বলারে পোস্ট করেছে।
12তাদের একটি বৃহত্তম অংশেরই বাড়ি এখন লেবানন। সিরিয়ার উদ্বাস্তুদের এই বিশাল অভ্যন্তর মুখী প্রবাহকে লেবানন সামলাচ্ছে।História 1: Fotojournalismus em Tubmlr postou fotos de sírios que, após três anos de conflito, fugiram para o Líbano, o novo lar da maioria dos refugiados.
13সিরিয়ার শরণার্থীদের এই সংখ্যা আজ লেবাননের মোট জনসংখ্যার শতকরা ২০-২৫ ভাগ।O Líbano enfrenta um fluxo maciço de refugiados sírios que hoje são 20-25% da população total do país.
14লেখক লিখেছেনঃO autor escreveu:
15লেবাননের রাস্তাগুলোতে ঠিক কতসংখ্যক শিশু এবং প্রাপ্তবয়স্ক কাজ করছে, তাঁর কোন দাপ্তরিক উপাত্ত নেই। হিসাব মতে, এই সংখ্যাটি ৫০ হাজার থেকে ৭০ হাজার হতে পারে।Enquanto não há dados oficiais sobre o número de crianças e adultos trabalhando nas ruas do Líbano, estima-se que sejam de 50.000 à 70.000 pessoas.
16বেইরুতের বিত্তবানদের জেলাগুলোর প্রায় প্রতিটি অলিগলিতে শিশু এবং প্রাপ্তবয়স্কদের ভিক্ষা করতে, আবর্জনাতে বিভিন্ন জিনিস খুঁজতে অথবা পথচারীদেরকে জুতা পালিশের প্রস্তাব দিতে দেখা যাচ্ছে।
17একজন সিরিয় বাচ্চা মেয়ে বৈরুতের একটি বিত্তবান শহরে লাইটার বিক্রি করছে।Em bairros ricos de Beirute, eles são vistos em quase todos os blocos, mendigando, olhando o lixo ou oferecendo serviço de engraxate aos pedestres.
18সূত্রঃ টাম্বলারে ফটোজার্নালিজম।Uma criança síria vende isqueiros em um bairro rico de Beirute.
19গল্প ২:Fonte: fotojournalismus no Tumblr.
20“সিরিয় বিপ্লবের স্ত্রীরা” শিরোনামের অধীনে তানিয়া হাবজোকা তাঁর ১০ টি ছবির মধ্যে যে কোন একটি নিয়ে সংক্ষেপে একটি বর্ণনা লিখেছেনঃUsada sob CC BY 2.0 História 2: Sob o título “Esposas da revolução síria“, Tanya Habjouqa fez uma breve relato sobre a situação de uma refugiada que fotografou:
21২৬ বছর বয়সী উম্মে সুলেইমান একা তাঁর চার সন্তানকে (একজন কোলের শিশু সহ) নিয়ে হেঁটে সিরিয়া থেকে ইরাক এবং সবশেষে জর্ডান যাবেন।Um Suleiman, 26 anos, caminhou sozinha com seus quatro filhos (inclusive um bebê) da Síria ao Iraque e, ao fim, à Jordânia.
22এই সফরে তাদের সাথে কোন খাবার নেই।Eles não tinham comida durante a viagem.
23তাঁর স্বামী যুদ্ধে যোগ দিয়ে দেশে থেকে গেছেন।Seu marido ficou para trás para lutar.
24সূত্রঃ টাম্বলারে পাঁচটি সেন্ট একটি পাউন্ড।Fonte: 5cents a Pound no Tumblr.
25সিসি বাই ২. ০ এর অধীনে ব্যবহৃতUsada sob CC BY 2.0
26তিনি আরো লিখেছেনE acrescentou:
27সামনের সারি থেকে এই নারীরা এখন অনেক দূরে - এখন জর্ডানে শরনার্থী - আর্থিক ভাবে নিঃস্ব হওয়া সত্ত্বেও তাদের পরিবারকে সাহায্য করতে সংগ্রাম করছে।
28শুধুমাত্র তাদের স্বামীদের ফোন কল পেলেই কেবল তাদের প্রাত্যহিক জীবনের এই ক্লান্তিকর রুটিনে ব্যঘাত ঘটে।
29উগ্র লিখিত বার্তা পেয়ে আবার মিলিত হওয়ার অলীক কল্পনা পুনরায় এই বিয়েগুলোতে প্রেমের শিহরণ ঢেলে দিতে পারে। গল্প ৩:Longe da linha de frente, essas mulheres - agora refugiadas na Jordânia - lutam para sustentar suas famílias, apesar dos escassos meios financeiros.
30মাইকেল ডেভিড ফ্রিবার্গ তাবমেলরে একটি ছবি পোস্ট করেছেন। সে ছবিতে বিশাল জাতারি শরনার্থী শিবিরে সিরিয়ার শিশুরা ফুটবল খেলছে।As ligações dos seus maridos são a única coisa que quebram a monótona rotina de vida dessas mulheres, enquanto a fantasia de reencontra-los é alimentada por textos sensuais e repletos de romance sobre a volta para esses casamentos.
31হিসাব মতে (৪ জুলাই, ২০১৩ পর্যন্ত), শিবিরটিতে ১ লক্ষ ৪৪ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়া হয়েছে। এই বিপুল জনসংখ্যা এটিকে জর্ডানের চতুর্থ বৃহত্তম শহরে পরিনত করেছে।História 3: Michael David Friberg postou uma foto em seu Tumblr de jovens sírios jogando futebol no campo de refugiados Zaatari, que até julho de 2013 hospedava cerca de 144.000 refugiados, tornando-se a quarta maior cidade da Jordânia.
32গত জুলাই, ২০১৩ তে জর্ডানের জাতারি শরণার্থী শিবিরের বাইরে সিরিয় লোকেরা ফুটবল খেলছে।Jovens sírios jogando futebol no Zaatari, campo de refugiados na Jordânia, em julho de 2013.
33সূত্রঃ মাইকেল ডেভিড ফ্রিবারগ। গল্প ৪:Fonte: Michael David Friberg no Tumblr.
34শান্তিকে একটি সুযোগ দিন নামে টাম্বলারে একজন সিরিয় কর্মী তারেকের এই ছবিটি শেয়ার করেছেন।
35তিনি গ্রিসে পালিয়ে গেছেন।Usada sob CC BY 2.0
36৪৬ বছর বয়সী তারেক একজন বেকার সিরিয় চিত্রশিল্পী। একটি ছাউনির ভিতরে একটি আয়নায় তাকে প্রতিবিম্বিত করা হয়েছে।História 4: Give peace a chance no Tumblr também compartilhou esta foto de um trabalhador sírio, Tareq, que havia fugido para a Grécia.
37গ্রিসের এথেন্সে একটি পরিত্যক্ত কারখানায় তিনি বসবাস করেন। সূত্রঃ শান্তিকে একটি সুযোগ দিন।Tareq, 46 anos, um pintor desempregado da Síria, está refletida em um espelho dentro do galpão de uma fábrica abandonada onde vive em Atenas, Grécia.
38সিসি বাই ২.Fonte: Give Peace a Chance.
39০ এর অধীনে ব্যবহৃতUsada sob CC BY 2.0
40গল্প ৫:História 5:
41আশা করি ফিরে আসবো!“Espero que possamos retornar!”
42এই ছবিটিতে তিনজন সিরিয় ছেলের গল্প বলা হয়েছে।
43তারা তিনজন বাসের জন্য অপেক্ষা করছে। জর্ডানের জাতারি শরণার্থী শিবির থেকে সিরিয় শরণার্থীদের এই বাসটি সিরিয়াতে ফিরিয়ে নিয়ে যায়।Esta foto conta a história de três meninos sírios que estão à espera dos ônibus que levam os refugiados de Zaatari, campo de refugiados na Jordânia, de volta a Síria.
44প্রতিদিন ৪ টি বাস ছেড়ে যায়। লোকজন নানা কারণে সিরিয়ায় ফিরে যায়।4 ônibus partem diariamente e as pessoas retornam por várias razões.
45তাদের বেশিরভাগই জাতারিতে বসবাসের চেয়ে বরং সিরিয়াতে বসবাসের আরেকটি সুযোগ নিতে চায়।A maioria deles prefere tentar a sorte na Síria do que viver em Zaatari.
46যেহেতু বাসে ধারণ ক্ষমতার চেয়ে বেশী পরিমানে লোকজন জাতারি ছাড়তে চাচ্ছে, তাই প্রতিদিন এই পরিস্থিতি অবিশ্বাস্যভাবে আরো নিয়ত পরিবর্তনশীল হয়ে উঠছে।
47লোকজন এঁকে অপরের ওপর চড়ে বসছে এবং খোলা জানালা টপকে ভিতরে ঢুকে যাচ্ছে।Todo dia, essa situação é inacreditavelmente volátil, pois há mais pessoas tentando partir do que assentos nos ônibus.
48তাই পরিস্থিতি সামলাতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্রঃ টাম্বলারে মাইকেল ডেভিড ফ্রিবার্গ।A polícia monitorar a situação, enquanto as pessoas passam por cima umas das outras ou entram nos ônibus pelas janelas abertas.
49সিসি বাই ২.Fonte: Michael David Friberg no Tumblr.
50০ এর অধীনে ব্যবহৃতUsada sob CC BY 2.0