# | ben | por |
---|
1 | স্বচ্ছতার জন্য প্রযুক্তি: চূড়ান্ত প্রতিবেদন | “Technology for Transparency”: Relatório Final [Todos os links levam a sites em inglês] |
2 | টেকনলজি ফর ট্রান্সপারেন্সি নেটওয়ার্ক (স্বচ্ছ নেটওয়ার্কের জন্য প্রযুক্তি) গর্বের সাথে জানাচ্ছে যে তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন ‘স্বচ্ছতা ও দায়বদ্ধতার জন্য প্রযুক্তির বৈশ্বিক নকশা‘ প্রকাশ করেছে। | O Technology for Transparency Network [Rede Tecnologia para Transparência] tem a honra de anunciar o lançamento do relatório final do projeto, Mapeamento Global do Uso de Tecnologia em Prol da Transparência e Prestação de Contas. |
3 | এই প্রতিবেদনটি প্রকাশ করেছে স্বচ্ছতা ও দায়বদ্ধতা উদ্যোগ (@টিএইনিশিয়েটিভ)। এর সাথে তারা প্রায় এক ডজনের মতো আন্তর্জাতিক স্বচ্ছতা আন্দোলনের উপর প্রতিবেদন প্রকাশ করেছে। | O relatório foi publicado pelo Transparency and Accountability Initiative [Iniciativa Transparência e Prestação de Contas] junto com uma dezena de outros projetos sobre movimentos globais de transparência. |
4 | প্রতিবেদন গুলিতে তিনটি মূল গবেষণা ক্ষেত্রের উপর আলোকপাত করা হয়েছে- প্রভাব থেকে শিক্ষা, নতুন প্রযুক্তিসমূহ ও প্রবর্তিত নীতিসমূহ। | O relatório concentra-se em três áreas chaves de pesquisa: Impacto e Aprendizado, Novas Tecnologias e Inovação em Políticas. |
5 | আমাদের কাজে সহায়তা করে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ স্বচ্ছতা ও দায়বদ্ধতা উদ্যোগকে, আমাদের চমৎকার গবেষক দলকে এবং ডেভিড সাসাকিকে, যিনি স্বচ্ছ নেটওয়ার্কের জন্য প্রযুক্তি আরম্ভ করেছেন এবং এর প্রারম্ভিক পর্যায়ে দিকনির্দেশনা দিয়েছেন, যা এই প্রতিবেদনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। | Nossos agradecimentos vão para o Transparency and Accountability Initiative pelo apoio dado ao nosso trabalho, para a nossa fantástica equipe de pesquisadores, e para David Sasaki, que lançou e gerenciou a fase inicial da rede Technology for Transparency Network, que elaborou as bases fundamentais para esse relatório. |
6 | এই প্রতিবেদনটিতে ১০০ এর বেশি প্রকল্পের মূল ফলাফলের পর্যালোচনা এবং মধ্য ও পূর্ব ইউরোপ, পূর্ব এশিয়া, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও সাব-সাহারান আফ্রিকার ডজন ডজন প্রয়োগকারীর সাক্ষাৎকার যোগ করা হয়েছে যারা স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির উপায় হিসেবে নতুন প্রযুক্তি ব্যবহার করেন। | Este relatório contém as principais conclusões de estudo que analisou mais de cem projetos e entrevistou dezenas de profissionais na Europa Central e Oriental, Leste Asiático, América Latina, Oriente Médio e Norte da África, Sul da Ásia, Sudeste Asiático, na antiga União Soviética e na África Subsariana que utilizam novas tecnologias como um meio para aumentar a transparência e a accountability (responsabilização e prestação de contas). |
7 | এই বিবরণটি স্বচ্ছতা ও দায়বদ্ধতা আন্দোলনের বর্তমান পর্যায় সম্পর্কে ধারণা দেয় এবং এর প্রভাব মাপার জন্য উদ্দীপক সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ পূর্বাভাস ও প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দেয়। | Esse resumo ajuda a “tomar o pulso” do movimento “Tecnologia em prol da Transparência e Accountability” e sugere possibilidades interessantes para o dimensionamento do impacto, bem como advertências e desafios importantes. |
8 | স্বচ্ছতা ও দায়বদ্ধতা যারা অনুশীলন করেন তাদের জন্য উদীয়মান প্রযুক্তি সমূহকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার কার্যকর কাঠামোতে নিয়ে আসার জন্য অন্তত চারটি উপায়ের প্রয়োজন: | Para os ativistas de transparência e accountability, é importante destacar o potencial para um maior uso da tecnologia para iniciativas de transparência e accountability de pelo menos quatro maneiras: |
9 | আমরা যে প্রকল্পের উপর কাজ করেছি তার বেশিরভাগই সরকারের নির্বাহী অথবা বিধানিক শাখার উপর। | A maior parte dos projetos estudados tinham como foco os poderes executivo ou legislativo do governo. |
10 | অল্প সংখ্যক প্রকল্প বিচারিক শাখা, গণমাধ্যম, বেসরকারি খাত ও দাতাদের উপর আলোকপাত করেছে। | Um número mais reduzido de projetos se concentraram no judiciário, na imprensa, no setor privado e patrocinadores. |
11 | প্রায় অর্ধেক প্রকল্প নির্বাচন পর্যবেক্ষণের উপর আলোকপাত করছে। | Quase metade dos projetos tinha como foco o monitoramento de eleições. |
12 | যদিও অনেকেই এক্ষেত্রে উশাহিদি ব্যবহার করছে, অনেকে নিজেরা নিজেদের উপায়ে অগ্রসর হয়েছে যেমন অনেকে বিভিন্ন সুত্র হতে প্রাপ্ত নির্বাচন বিষয়ক খবরের সমষ্টি একটি সাইটে প্রবেশ করিয়েছে এবং গুগল ম্যাপস এ নির্বাচন নিয়ে সরকারী প্রতিবেদনগুলি চিহ্নিত করছে। | Enquanto muitos destes usaram a plataforma Ushahidi, e desenvolveram uma abordagem própria, incluíndo agregadores de notícias sobre as eleições a partir de várias fontes diferentes em um único site, e o rastreamento de relatos de monitores eleitorais no Google Maps. |
13 | একাধিক প্রকল্প বিভিন্ন অঞ্চলের আইনসভার স্বচ্ছতা উপর আলোকপাত করেছে। | |
14 | এক্ষেত্রে তারা প্রত্যেক প্রতিনিধির বিধানিক বিল অনুসরণ করেছে এবং প্রত্যেক প্রতিনিধির পরিলেখ বানিয়েছে যেখানে তাদের জীবনবৃত্তান্ত ও ভোটের নথি যোগ করেছে। | Projetos em várias regiões com foco na transparência do Legislativo muitas vezes publicam projetos de lei e perfis de cada parlamentar, incluindo biografias e registros de votação. |
15 | অনেকে রাজনৈতিক দলগুলিরও পরিলেখ তৈরি অথবা বিধানিক খরচের নথি তৈরি করেছে। | Alguns incluem também perfis dos partidos políticos ou registros de gastos legislativos. |
16 | আমরা অর্ধেকেরও বেশি যে প্রকল্পগুলি নথিভুক্ত করেছি তার মূল বৈশিষ্ট্য হচ্ছে ডাটা ভিজ্যুয়ালাইজেশন ও নেভিগেশন যন্ত্র, এছাড়াও নাগরিকদের কাছ থেকে তথ্য সংগ্রহের বিভিন্ন উপায়। | Ferramentas de visualização e navegação de dados são um elemento-chave em mais da metade dos projetos documentados, assim como vários métodos de coleta de dados da parte dos próprios cidadãos. |
17 | প্রায় এক-তৃতীয়াংশ প্রকল্প বাস্তবায়নে কোনও না কোনোভাবে মুঠোফোনের ব্যবহার হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই তা টেক্সট মেসেজিং সুবিধা ব্যবহার করে নাগরিকদের তথ্য প্রদান বা তথ্য গ্রহণের মাধ্যমে। | Cerca de um terço dos projetos usam telefones celulares em algum momento, mais comumente, permitindo que os cidadãos enviem ou recebam informações por meio de mensagens de texto. |
18 | স্বচ্ছ নেটওয়ার্কের জন্য প্রযুক্তি ওয়েবসাইট খোলা থাকবে এমন একটি সাইট হিসেবে যেখানে আমরা প্রকল্প, যন্ত্রপাতি ও নতুন ধারণা সকলের সাথে ভাগ করতে পারবো, সফল উদ্যোগগুলোর আসর হিসেবে ব্যবহার করতে পারবো এবং যারা অন্যের কাজ দেখে শিখতে চায় তাদের উপকার করতে পারবো। | O site do Technology for Transparency Network continuará disponível como um espaço de compartilhamento de projetos, ferramentas, ideias, como um ponto de encontro para iniciativas bem-sucedidas e para aqueles que deseham conhecer o trabalho feito por outras pessoas. |
19 | আপনি আমাদের মেইলিং লিস্টের গ্রাহক করতে পারেন, অনলাইনে গ্লোবাল ভয়েসেস এর বিশেষ প্রবন্ধ পড়তে পারেন কিংবা অবদান রাখতে পারেন। এবং আমাদেরকে টুইটারে ফলো করতে পারেন (@টেকট্রান্সপারেন্ট) এবং ফেসবুকে লাইক করতে পারেন। | É possível fazer o cadastro em nossa lista de discussão, ler ou contribuir com artigos especializados no Global Voices Online, seguir o projeto no Twitter (@techtransparent) e Facebook. |
20 | এ ক্ষেত্রটি কেবল উদিত হওয়া শুরু হয়েছে, এবং আমরা সহযোগিতা ও সীমান্ত পেরিয়ে যোগাযোগের মাধ্যমে এ বৈশ্বিক প্রচেষ্টাকে সযত্নে লালন করতে চাই। | Esta é uma área emergente e esperamos ter a oportunidade de ajudar a consolidar esforços em todo o mundo, por meio de colaboração e comunicação para além de fronteiras. |