Sentence alignment for gv-ben-20080115-572.xml (html) - gv-por-20080115-755.xml (html)

#benpor
1ফ্রি এক্সেস প্লাস: ওয়েব ২. ০ সেন্সরশীপ পাশ কাটানোর উপায়!FreeAccess Plus!: Burlando a censura na Web 2.0
2ইরানী ডেভেলপার মোহাম্মদআর ফ্রি এক্সেস প্লাস নামে একটি ফায়ারফক্স এক্সটেনশন ছেড়েছেন যা ফায়ারফক্স ব্রাউজারকে একটি প্রক্সিতে রূপান্তরিত করে এবং সেন্সরকৃত ওয়েব ২. ০ অ্যাপ্লিকেশন যেমন ইউটিউব, ডেলিশাস, ফ্লিকার, টেকনোরাতি, ফ্রেন্ডস্টার, লাইভ জার্নাল, মাই স্পেস, হাই৫ এবং অন্যান্যদেরকে ব্যান এড়িয়ে ব্যবহার করার সুযোগ দেয়।Com base na extensão do Firefox “Access Flickr” de Hamed Saber, que permite que usuários burlem o filtro que no momento bloqueia o popular site de compartilhamento de fotos Flickr no Irã e alguns outros países, outro desenvolvedor iraniamo, MohammadR, lançou o “FreeAccess Plus!“, uma engenhosa extensão que transforma o Firefox num proxy que ultrapassa a censura em sites da popular Web 2.0, como YouTube, del.icio.us, Flickr, Technorati.com, FriendSter.com, livejournal.com, MySpace, Hi5 e outros.
3এটি আরেক ইরানী হামেদ সাবেরের এক্সেস ফ্লিকার ফায়ারফক্স এক্সটেনশন এর উপর ভিত্তি করে নির্মিত।Muitos desses sites são bloqueados no Irã. MohammadR está bastante satisfeito com o retorno que o “FreeAccess Plus!” tem recebido até o momento na blogosfera iraniana.
4‘এক্সেস ফ্লিকার'টি উদ্ভাবন করা হয়েছিল ইরান এবং আরও বেশ কিছূ দেশে বলবৎ জনপ্রিয় ছবি সংক্রান্ত ওয়েবসাইট ফ্লিকারের উপর ব্যানকে পাশ কাটানোর জন্য। মোহাম্মদআর ইরানী ব্লগোস্ফিয়ারে ফ্রি এক্সেস প্লাস এর সাড়া দেখে সন্তুষ্ট।No Balatarin (que quer dizer “o mais alto” em língua persa) uma versão iraniana do Digg, 23 pessoas votaram em uma notícia que elogiava a extensão FreeAccess Plus!, chamando-o de algo que está “fazendo milagres” (معجزه میکنید)“.
5ডিগের ইরানী সংস্করণ বালাটারিন ওয়েবসাইটে (ফার্সী ভাষায় এটির অর্থ সর্বোচ্চ ) ফ্রি এক্সেস প্লাস কে প্রশংসা করে একটি পোস্ট ইতোমধ্যে ২৩টি ভোট পেয়েছে।“Alguns dos principais blogueiros persas escreveram sobre essa extensão antes mesmo dela ser disponibilizada na página de complementos do Mozilla, disse MohammadR ao Global Voices Advocacy.
6ওই পোস্টে বলা হয়েছে যে এই এক্সটেনশনটি “যাদু দেখাচ্ছে“।“Somente durante a primeira semana, FreeAccess Plus! foi baixado 150 vezes.
7মোহাম্মদআর গ্লোবাল ভয়েসেস এডভোকেসীকে জানাচ্ছেন কিছু প্রথম সারির ইরানী ব্লগার এই এক্সটেনশন সম্পর্কে আগেই লিখেছিল যখন মজিলা এডঅনস সাইটে এটি যোগ করা হয়নি।Agora, depois de cerca de um mês do lançamento, ele já foi baixado mais de 3.500 vezes, acrescentou ele. MohammadR diz que o FreeAccess Plus!
8“প্রথম একমাসে ফ্রি এক্সেস প্লাস মাত্র দেড়শ বার ডাউনলোড করা হলেও এর প্রকাশের একমাসের মধ্যেই প্রায় সাড়ে তিন হাজারবার এটি ডাউনলোড হয়েছে” তিনি যোগ করেছেন।
9মোহাম্মদআর জানিয়েছেন যে এটি ইনস্টল করা বেশ সহজ।é muito fácil de instalar.
10শুধু এখানে যান “https://addons.mozilla.org/en-US/firefox/addon/6139“ এবং পাতার নিচের দিকে “Install Now” বাটন ক্লিক করুন।“Basta ir a https://addons.mozilla.org/en-US/firefox/addon/6139, e na parte inferior da página, clicar em “Instalar agora”.
11এটি আরেকটি উইন্ডো খুলবে যেখানে আবার আপনার অনুমোদন চাইবে। “Install Now” বাটন আবার ক্লিক করুন।Aparecerá uma nova janela com um pedido de confirmação da instalação, clique novamente em “Instalar agora”.
12এরপর আপনাকে ফায়ারফক্স রিস্টার্ট করতে হবে এটি কার্যকর করার জন্যে।Observe que é necessário reiniciar o Firefox antes que a extensão funcione”.
13তাই ফায়ারফক্স ব্রাউজার দিয়ে শুধু ইন্সটল করে নিন এবং ব্রাউজারটি রিস্টার্ট করুন, বাকিটা আপনাআপনি হবে।Basta instalar o plugin e reiniciar o navegador e o Firefox fará o resto!
14আপনি ইউটিউব, ফ্লিকার, মাই স্পেস এবং আরও অন্যান্য সাইট (এডঅন সাইটে সাইটগুলো লিপিবদ্ধ রয়েছে) বাধা ছাড়া উপভোগ করতে পারবেন।Você poderá acessar o Youtube, Flickr, MySpace e todos os sites listados na página de complementos.
15ফ্রি এক্সেস প্লাস এর বর্তমান সংস্করণটিতে তালিকা বহির্ভূত ওয়েবসাইট যোগ করা যায় না।A versão atual do “FreeAccess Plus!” não apresenta a opção de adicionar sites àqueles atualmente listados.
16মোহাম্মদআর বলেছেন যে পরবর্তী সংস্করণে এই ফিচারটি অন্তর্ভুক্ত থাকবে - সম্পাদন যোগ্য তালিকা।MohammedR disse, no entanto, que este recurso - uma lista editável e configurável - será acrescentado em uma versão futura do programa.
17তিনি আশা প্রকাশ করেছেন যে এটি ব্যবহার করে তার দেশের লোকেরা স্যোশাল ওয়েবকে লক্ষ্য করে সেন্সরশিপ গুলোকে পাশ কাটাতে পারবে।MohammedR espera que o seu plugin “FreeAccess Plus!” servirá aos seus conterrâneos, ajudando-os a contornar a censura que tem como alvo a internet social.
18তিনি বলেছেন “অনেক ইরানী ব্লগাররাই এতদিন অখুশী ছিল কারন বেশ কিছু এধরনের স্যোশাল ওয়েবসাইটগুলো অযৌক্তিকভাবে ব্যান থাকাতে”। পুনশ্চ: ওয়েব ২.“A maioria dos blogueiros iranianos estavam descontentes com o bloqueio sem noção da Web 2,0 e das redes sociais”, diz ele.
19০ সেন্সরশীপ এবং এন্টিসেন্সরশীপ সম্পর্কে বিস্তারিত জানার জন্যে দয়া করে আমাদের এক্সেস ডিনাইড ম্যাপ দেখূন।PS: Para obter mais informações sobre a censura na Web 2.0, veja o nosso Mapa do Acesso Negado.