# | ben | por |
---|
1 | ম্যাসেডোনিয়া : স্কোপজার দূষণ পর্যবেক্ষণ কাহিনী অব্যাহত | Macedônia: Saga Por Monitoramento de Poluição em Skopje Continua |
2 | গ্রীনবক্স এনজিও তাদের ব্লগে প্রদর্শনীর ছবি পোস্টিং করে স্কোপজার বায়ু দূষণ পরিমাপ ব্যবস্থার ওয়েব সংযুক্তির অভাব পূরণ করছে। | A ONG Greenbox está compensando a falta de interface na internet para o sistema de medição da poluição do ar em Skopje postando fotos do display no blog deles. |
3 | ম্যাসেডোনিয়া রাজধানীতে অবস্থিত বায়ু দূষণ পরিমাপ ব্যবস্থাটি ২০১২ সালের শুরুতে অনলাইন তথ্য প্রদান বন্ধ করে দেয়। | O sistema de medição da poluição do ar da capital da Macedônia interrompeu o seu serviço de informação online no início de 2012. |
4 | ব্যবস্থাটির মালিক নগর সরকারের দেরিতে প্রতিক্রিয়া প্রদর্শনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তুষ্টির আগুন জ্বলে ওঠে। তারা এই দৃশ্যমান চর্চাটি বন্ধের পিছনের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ প্রকাশ করে। | O governo municipal, proprietário do sistema, demorou a reagir, e isto alimentou a insatisfação dos moradores de Skopje, que expressaram dúvidas acerca dos motivos por trás da discontinuidade desta prática transparente. |
5 | গ্রীনবক্স তাদের ব্লগ ও ফেসবুক প্রোফাইলে নিয়মিত আপডেট পোস্ট করে এই ঘটনাটির অগ্রগতি অনুসরন করতে থাকে। | A Greenbox continuou mostrando o progresso deste caso, postando novas informações regularmente em seu blog e em seu perfil do Facebook. |
6 | ১৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে আবার পরিমাপ স্টেশনের ডিসপ্লেটি নষ্ট হয়ে [ম্যাসেডোনিয়ান ভাষায়] নতুন একটি নাগরিক অসন্তুষ্টির উন্মাদনা সৃষ্টি করে। | Em 15 de fevereiro de 2012, também ocorreu o mal funcionamento do display da estação de medição [mk], causando uma nova onda de insatisfação dos cidadãos. |
7 | স্কোপজার শ্বাস-প্রশ্বাস ডিসপ্লের বার্তাটি ১৫ ফেব্রুয়ারি, ২০১২-তে কিছু একটা ভুলের ঘোষণা দিচ্ছে। | A mensagem no display do Skopje Breathing declarando que alguma coisa estava errada em 15 de fevereiro de 2012. |
8 | ছবি: গ্রীনবক্স ব্লগ। | Foto: Blog da Greenbox. |
9 | অবশেষে শহরটি প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি কোম্পানিকে দুই দিন পরে ডিসপ্লেটি মেরামতের জন্যে [ম্যাসেডোনিয়ান ভাষায়] ভাড়া করে এবং পরে সারাবছর রক্ষণাবেক্ষণ পরিসেবার জন্যে একটি টেন্ডার প্রকাশ [ম্যাসেডোনিয়ান ভাষায়] করে। | O governo municipal finalmente reagiu contratando uma empresa para consertar o display dois dias depois [mk], e após isso publicou um edital para a manutenção dos serviços [mk] durante o ano. |
10 | গ্রীনবক্স লিখেছে: | A Greenbox escreveu: |
11 | সরকারি ক্রয়ের জন্যে বৈদ্যুতিক ব্যবস্থাটিতে স্কোপজার শহরের প্রকাশিত নথিপত্র অনুসারে কোম্পানিগুলোকে ২ মার্চের মধ্যে অফার জমা দিতে হবে এবং সর্বনিম্ন দরটিকে নির্বাচিত করা হবে। | De acordo com a documentação [mk] publicada pelo governo da cidade de Skopje no sistema eletrônico de licitação pública, as empresas devem submeter suas propostas até 2 de Março e aquela de menor custo será selecionada. |
12 | টেন্ডার বিজয়ী মাপজোকের উপর ভিত্তি করে সরাসরি ডেটা ফীড দেয়া “ স্কোপজার শ্বাস-প্রশ্বাস” ওয়েবপেজটি পুনঃসক্রিয় করতে রাজি হলে, বিদ্যমান টেন্ডার নথিপত্র তা উল্লেখ করে না। | Os documentos do edital disponíveis não especificam se o vencedor será obrigado a reativar [mk] a página da internet “Skopje Breathing” [Skopje Respirando] [mk] , na qual são publicadas informações em tempo real baseada nas medições. |
13 | এই পাতাটি হাজার হাজার নাগরিকদের বায়ু দূষণ সম্পর্কে সরাসরি তথ্য প্রদানে সক্ষম, মাঝে মাঝে অনুমোদিত সর্বোচচ মাত্রার তুলনায় ১০ গুণ বেশি ছিল। […] | Essa página permite que milhões de cidadãos acessem em primeira mão informações sobre a poluição do ar, que as vezes chega a 10 vezes mais do que o máximo permitido. [ |
14 | স্কোপজার শ্বাস-প্রশ্বাস ডিসপ্লের বিভিন্ন ছবিসহ গ্রীনবক্স ব্লগের একটি পোস্টের স্ক্রিনশট। | …] |
15 | ইতোমধ্যে গ্রীনবক্স ঘোষণা করেছে [ম্যাসেডোনিয়ান ভাষায়] যে তাদের সদস্যরা তাদের ব্লগের মাধ্যমে ডিসপ্লের তথ্য প্রদান করবেন এবং গত দশদিন ধরে প্রতিদিন সকালে তারা তা করছেন। | Foto do post do blog da Greenbox com fotos do display do Skopje Breathing. Enquanto isso, a Greenbox declarou [mk] que seus membros providenciarão informações do display através do seu blog, e estão fazendo isso toda manhã nos últimos 10 dias. |
16 | তারা দিনের অন্য সময়েও নাগরিকদের ডিসপ্লেটির ছবি তুলে সেগুলো গ্রীনবক্সে পাঠানোর আমন্ত্রণ জানিয়েছেন, কারণ দূষণের মাত্রা শিল্প এবং ট্রাফিক কার্যকলাপের তীব্রতার উপর নির্ভর করে পৃথক হতে পারে। | Eles também convidam os cidadãos para fotografar o display em outros horários durante o dia e enviá-los, considerando que os níveis de poluição podem variar, dependendo da intensidade da atividade industrial e do tráfego. |
17 | গ্রীনবক্স ব্লগের “ স্কোপজার শ্বাস-প্রশ্বাস” প্রকারভেদে [ম্যাসেডোনিয়ান ভাষায়] প্রকাশিত নথিভুক্ত পরিমাপগুলো গত কয়েকদিনের বায়ুর মানের বিভিন্ন মাত্রা-“অস্বাস্থ্যকর” থেকে “সহনীয় মাত্রায় দূষিত” থেকে “পরিষ্কার” পর্যন্ত মাত্রা - প্রদর্শন করেছে। | As medições registradas publicadas na categoria “Skopje Breathing” [mk] no blog da Greenbox mostraram diversos níveis da qualidade do ar nos últimos dias, de “insalubre” a “moderadamente poluído” a “limpo”. |