Sentence alignment for gv-ben-20110705-18595.xml (html) - gv-por-20110705-22070.xml (html)

#benpor
1থাইল্যান্ড: বিরোধী দলের জয়ে নেট নাগরিকদের প্রতিক্রিয়াTailândia: Internautas Reagem à Vitória da Oposição
2দৃশ্যত বিরোধী দলের প্রার্থী ইংলাক সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, কারণ তার দল ফিউ থাই পার্টি থাইল্যান্ডে অনুষ্ঠিত আজকের নির্বাচনে ২৬০ টির বেশি (২৬৫ টি) আসন লাভ করেছে।A candidata da oposição Yingluck Shinawatra [en] está prestes a se tornar a primeira mulher a ocupar o cargo de primeira-ministra da Tailândia, tendo em vista que o partido dela, o Pheu Thai, ganhou mais de 260 assentos nas eleições gerais do último domingo.
3ইংলাক থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ছোট বোন।Yingluck é a irmã mais nova do ex-premiê deposto da Tailândia, Thaksin Shinawatra.
4বর্তমান প্রধানমন্ত্রী অভিশিত ভিজ্জাজিভা ইতোমধ্যে জাতীয় টেলিভিশনে তার পরাজয় মেনে নেবার কথা ঘোষণা করেছেন।O atual primeiro-ministro Abhisit Vejjajiva [en] já reconheceu a derrota na televisão nacional.
5নিউলি পারনেলে, সিয়াম ভয়েসেস, ব্যাংকক পণ্ডিত, এবং খি কাউয়ি-তে সরাসরি নির্বাচনের সংবাদ ব্লগ করা হয়।As eleições foram trasmitidas ao vivo em blogs por Newley Purnell, Siam Voices, Bangkok Pundit, and Khi Kwai [en].
6থাই নেট নাগরিকরা টুইটারে নির্বাচনের সংবাদ এবং ফলাফল পর্যবেক্ষণ করার জন্য #দিথাইইলেকশন হ্যাশট্যাগ ব্যবহার করে।Internautas tailandeses usaram a hashtag #thaielection para monitorar relatórios e os resultados da eleição.
7রিচার্ড ব্যারো এই নির্বাচনের ছবি পোস্টেরিয়াস এবং ফেসবুকে পোস্ট করেছে।Richard Barrow postou fotos [en] no Posterous e Facebook.
8এখানে নির্বাচন নিয়ে টুইটারে আসা কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল:Aqui estão algumas das reações no Twitter:
9@ললিলোলজ: আমি বলছি না যে এই ফলাফলের সাথে আমি একমত, কিন্তু তারপরেও বলতে হবে এটা জনতার সিদ্ধান্ত-আমাদের কি তা মেনে নেওয়া এবং সামনে এগিয়ে যাওয়া উচিত নয় কি?@lollylollz: Não estou dizendo que eu concordo com os resultados, só que isso ainda é a decisão das pessoas - será que não devemos apenas aceitar e seguir em frente?
10@ভানসিটিজ: @গান_জিলিঙ্গার: তোমার যা করেছে, সেই কর্ম অনুসারে তোমরা এরই যোগ্য, সংখ্যাগরিষ্ঠ, তাদের কাজ করেছে #দিথাইইলেকশন; আর হ্যাঁ, আমরা ভালো কর্মের ফল উপভোগ করব।@vahncitis: @gun_zlinger: vocês têm merecido o karma que vocês, a maioria, proporcionaram # ThaiElection <<Sim, nós vamos desfrutar deste karma bom.
11@জর্জবিকেকে:আরটি @নটথনঙ্গকে: সবাই মনে রাখবেন, এখানে জয়ের বিষয়টি এখন হিসেব করা হবে না, কিন্তু পরবর্তীতে তা গণ্য করা হবে।@georgebkk: RT @notThanongK: Lembrem-se pessoas, não é a conquista que conta, mas o que prossegue depois.
12@পোবিস্ট:আরটি @পাইসা_ফাইভ: আমাদের নতুন প্রধানমন্ত্রীর নতুন একদল বক্তৃতা লেখকের দরকার এবং যত দ্রুত সম্ভব তাঁর, জনসম্মুখে ভাষণ দেবার একটা কোর্স করা দরকার!!@poobist: RT @pisa_fye: a nossa primeira-ministra precisa de uma nova equipe de redação e um curso para falar em público o mais rápido possível!
13@সারেন্ড্ররা: #থাই রাজনীতিতে যে অসুস্থতা, এখন তা দূর করার এবং দেশটিকে এগিয়ে নিয়ে যাবার সময় এসেছে।@sarendra: Tempo para a política #tailandesa sarar feridas e avançar.
14এখন সময় এসেছে রাজা এবং সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করার, #থাইল্যান্ড আবার হেসে উঠবে।Tempo para o rei e o Exército pararem de interferirem. #Tailândia vai sorrir novamente : )
15ইংলাক সিনাওয়াত্রাYingluck Shinawatra
16২০০৬ সালে থাকসিন ক্ষমতাচ্যুত হয়।Thaksin foi deposto por um golpe de Estado em 2006.
17এখন দুর্নীতির দায়ে পাওয়া শাস্তি এড়ানোর জন্য সে বর্তমানে নির্বাসনে রয়েছে।Ele está agora no exílio para evitar ser detido, após ter sido condenado por corrupção.
18যখন থাকসিনের দল আবার নির্বাচনে জয় লাভ করল তখন থাকসিনের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে নিউলি পারনেল খানিকটা কৌতূহলী:Newley Purnell está curioso sobre o destino [en] de Thaksin, agora que o partido dele ganhou mais uma vez nas pesquisas:
19অতীতে এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে যে সামরিক বাহিনী কি থাকসিনের প্রতি বন্ধুত্ব মনোভাব সম্পন্ন আরেকটি সরকারকে মেনে নেবে।Houve muita discussão, no passado, sobre se o exército iria aceitar amigavelmente ou não outro governo de Thaksin.
20আজকে টেলিভিশনে আলোচনায় থাই রাজনীতিতে পণ্ডিত ব্যক্তিরা পরোক্ষ ভাবে উল্লেখ করেছেন যে আপাতত থাকসিনকে ক্ষমা প্রদানের প্রক্রিয়ার কাজ শুরু হচ্ছে না।Especialistas políticos tailandeses, em um debate na TV na noite passada, se referiram à anistia de Thaksin como um impasse político.
21পণ্ডিতরা বলছে: যদি নির্বাসিত এই কোটিপতি রাজনীতিবিদ ফিরে আসে তাহলে কি ঘটবে তা বলা কঠিন।Não há como dizer o que poderia acontecer, disseram eles, se o bilionário exilado retornar para a Tailândia.
22কিন্তু ফিউ থাই কি তাকে ক্ষমা করে দেবার জন্য চাপ সৃষ্টি করবে?Mas será que Pheu Thai realmente vai tentar uma anistia?
23কি ঘটে তা দেখার জন্য আমাদের আগামী সপ্তাহগুলোর জন্য অপেক্ষা করতে হবে।Veremos o que as próximas semanas nos aguardam.
24সিয়াম ভয়েসেস সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচনী প্রচারণার শিক্ষা এবং নতুন সরকারকে যে সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে তার উপর আলোকপাত করেছেন: আমরা, সম্ভবত আমাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে পেতে যাচ্ছি।Siam Voices reflete sobre as lições [en] da recente campanha eleitoral e os desafios a serem enfrentados pelo novo governo:
25বিরোধী দলের ( সংসদ এবং সংসদের অতিরিক্ত) কারণ রয়েছে উদযাপন করার; ডেমোক্রেটিক পার্টি তাদের নেতিবাচক প্রচারণা নিয়ে জুয়া খেলেছে এবং তারা হেরে গেছে, এদিকে ইংলাক কেবল মাত্র তার নির্বাসিত ভ্রাতার কারণে জয় লাভ করেনি, তার সাথে সে তার নমনীয় আচরণের কারণে জয় লাভ করেছে; তা ছিল এক সরাসরি অর্জন, রাগান্বিত দুর্বল প্রার্থী আপনাকে অন্য কোথাও নিয়ে যাবে এবং থাইল্যান্ড-এর পূর্বঘোষিত জরিপের সাথে ফলাফলের কোন মিলে নেই এবং এই সব ফুলিয়ে ফাঁপিয়ে তৈরি সংখ্যার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, যেন আমরা এর দ্বারা বোকা বনে না যাই…Nós provavelmente vamos ter a nossa primeira mulher com o cargo de primeira-ministra; a oposição (tanto a parlamentar, quanto a extra-parlamentar) tem motivos para comemorar; o Partido Democrata apostou em uma campanha negativa e finalmente perdeu. Enquanto Yingluck ganhou não só por causa de seu irmão exilado, mas também por causa de sua abordagem mais complacente: ser mais direta e menos agressiva leva a algum lugar, que as pequisas eleitorais tailandeses são uma porcaria e que nós devemos ter cuidado para não sermos enganados por números vistosos …
26এখন যে বিষয়টি গুরুত্বপুর্ণ তা হচ্ছে নতুন সরকার কোন ক্ষেত্রে তার গুরুত্ব প্রদান করবে এবং দেশটি যে নানাবিধ সমস্যায় আক্রান্ত কি ভাবে তাঁর মোকাবেলা করবে- যেভাবে খাবারের দাম বাড়ছে, কি ভাবে তা মোকাবেলা করবে?O que é importante agora é onde o novo governo vai colocar as suas prioridades e como ele vai lidar com as crises que o país enfrenta - como eles irão enfrentar, por exemplo, o aumento nos preços dos alimentos?
27তারা কি সব মিটমাট করে ফেলার চেষ্টা করবে, এমনকি ন্যায়বিচারে মূল্যে?Será que eles vão tentar um entendimento, mesmo à custa da justiça?
28প্রধানমন্ত্রী ইংলাক গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বাইরের সংগঠন থেকে এবং বিদেশের প্রভাব থেকে মুক্ত থাকবে?O quão livre estará a primeira-ministra Yingluck de influência de fora das instituições democráticas e do exterior?
29বলাইবাহুল্য: জনতার ইচ্ছার মুল্য কি তার কানে যাবে?Uma última análise: Será que a vontade do povo vai ser ouvida?
30এন্ড্রু ওয়াকার এবং নিকোলাস ফারেল্লি,নিউ মান্দালয়ে লিখে থাকেন, তারা আশা করছে যে থাইল্যান্ড নির্বাচনী এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুনঃর্নিমাণের বেলায় তার আত্মবিশ্বাস খুঁজে পাবে:Andrew Walker e Nicholas Farrelly, escrevendo para New Mandala, esperam que a Tailândia reconstrua [en] sua confiança nos processos eleitorais e democráticos:
31আজ রাতের ভোটের ফলাফল একটি রাজনৈতিক দলকে আবার দারুণভাবে ক্ষমতায় ফিরিয়ে এনেছে, যারা ১৯ সেপ্টেম্বর ২০০৬ সালে বন্দুকের নলের সামনে ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিল।O resultado desta noite é um retorno notável ao poder de uma força política que foi forçada a sair sob ameaça de armas na noite de 19 de Setembro de 2006.
32বাকি এই কয়েকটি বছর দলটি রাজতন্ত্র-পন্থী, সামরিক বাহিনী এবং বিচার বিভাগের হস্তক্ষেপের দ্বারা বাধাগ্রস্ত হয়েছে।Desde então a política tem sido constantemente interrompida por intervenções monarquistas, militares e judiciais.
33যেখানে এর অন্যতম ১০০ জন নেতাকে রাজনীতিতে নিষিদ্ধ করা হয়েছে, সেখানে ফিউ থাই নামক দলটি সফলভাবে একতাবদ্ধ হয়ে ভঙ্গুর ডেমোক্র্যাটিক পার্টিকে ভালোভাবে পরাজিত করতে সক্ষম হয়েছে।Com mais de 100 de suas principais figuras banidas da política, o Phaua Thai conseguiu solidamente derrotar da melhor maneira o venerável Partido Democrata.
34থাইল্যান্ডের সামনে এখন সুযোগ এসেছে আবার নির্বাচনী প্রক্রিয়ার উপর আবার সবার বিশ্বাস ফিরিয়ে আনার।A Tailândia tem agora uma oportunidade para começar a reconstruir a fé no processo eleitoral.
35যদি এই সুযোগ হেলায় হারিয়ে যায় তাহলে তা হবে দেশটির জন্য এক জাতীয় বিয়োগান্তক ঘটনা।Seria uma tragédia nacional se esta oportunidade fosse desperdiçada.
36ভোটার তার নির্বাচনী ব্যালট পেপার দেখাচ্ছে।Eleitora mostra seu voto.
37ছবি নেওয়া হয়েছে রিচার্ড ব্যারোর পোস্টেরিয়াসের পাতা থেকেFoto da página do Posterous de Richard Barrow
38ওয়ানএডিটোরিয়াল আরেকটি দেশ থেকে ভোট দিতে সক্ষম হয়েছে:Oneditorial conseguiu votar de outro país [en]:
39যে দলকে আমি ভোট দিলাম সে দলটি নির্বাচনে জয় অর্জন করেছে কিনা, আমার কাছে তার কোন গুরুত্ব নেই।Para mim, não importa se o partido pelo qual votei ganhar a eleição ou não.
40আমি কেবল আমার গণতান্ত্রিক অধিকারের চর্চা করতে চাই।Eu só queria expressar meu direito democrático ao menos uma vez.
41যে দলটিকে আমি পছন্দ করি না সেটি যদি নির্বাচনে জেতে, তাহলেও আমি তাকে আন্তরিকতার সাথে অভিন্দন জানবো।Se o partido de que eu não gosto ganhar a eleição, vou sinceramente felicitá-lo.
42ফলাফল অনুকূলে আসুক বা না আসুক, সকলকে এই ফলাফল গ্রহণ করা উচিত; নতুবা এই দেশটি ইয়োলো শার্ট (হলুদ জামা) এবং রেড শার্ট (লাল জামার) সেই চক্রাকার লড়াইয়ের মাঝে ফিরে যাবে।Todos devem aceitar o resultado, se aprovam ou não, caso contrário o país vai voltar ao mesmo ciclo caótico de Amarelo e Vermelho.
43দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের কেউ পছন্দ করে না।Ninguém gosta de políticos corruptos.
44কিন্তু এই সমস্যার মোকাবেলা করার জন্য সকলকে একমত হতে হবে, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে মোকাবেলা করতে হবে।Mas, para resolver este problema, todos devem concordar com o que deve ser feito dentro do processo democrático.
45এখানে ইয়োলো আর রেড শার্ট নামক যে দল দুটির কথা তিনি উল্লেখ করেছেন, সেগুলোর মধ্যে, ইয়োলো শার্ট নামক বিক্ষোভকারীরা থাকসিন বিরোধী, যারা ২০০৮ সালে বিমানবন্দর দখল করে নিয়েছিল; অন্যদিকে রেড শার্ট দলটি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী অভিশিত- বিরোধী, যারা গত বছর ব্যাংককের রাস্তা অবরোধ করেছিল।Os amarelos e vermelhos, grupos mencionados por ele anteriormente, referem-se aos anti-Thaksin, manifestantes amarelos [en], que organizaram a tomada do aeroporto em 2008, enquanto os camisas vermelhas são anti-Abhisit, manifestantes que organizaram barricadas nas ruas de Bangkok no ano passado.
46রবার্ট আমস্ট্রাডম, এক রেড শার্ট সমর্থক, এই নির্বাচনে বিরোধী দল যে সমস্ত সমস্যারমুখোমুখি হয়েছিল, তিনি তা চিহ্নিত করেছেন:Robert Amsterdam, um adepto do grupo de camisas vermelhas, identifica as dificuldades [en] encontradas pela oposição:
47ফিউ থাই নামক দলটি যে সব জটিলতার মুখোমুখি হয়েছিল সে সব বিবেচনা করলে নির্বাচনী ফলাফল এক দারুন বিস্ময় উপহার দিয়েছে।O resultado eleitoral é ainda mais deslumbrante quando consideramos as chances de probalidade do Pheu Thai, diante dos obstáculos.
48এমনকি রাষ্ট্রের সম্পুর্ণ সমর্থনে, সামরিক বাহিনীর সহায়তায়, হাজার হাজার ভোটারদের ভোটের এলাকা এলোমেলো করে দিয়ে, প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণে নিয়ে, আমাদের প্রার্থীদের জেলে দিয়ে, আমাদের ডজন ডজন প্রার্থীকে অযোগ্য ঘোষণা করেও, ডেমোক্রেটাস নামক দলটি লড়াইয়ে দাঁড়াতেই পারেনি। আর এই এক আন্দোলন যা, লক্ষ লক্ষ থাই নাগরিককে তা অনুপ্রাণিত করেছে।Mesmo com o apoio total do Estado, o apoio do Exército, a privação dos direitos de milhares de eleitores, o controle dos meios de comunicação, a prisão de nossos candidatos, e a desqualificação de dezenas dos nossos líderes políticos, os democratas não foram páreo para o partido de oposição, nem para o movimento que inspirarou e delegou poderes a milhões de cidadãos tailandeses.
49নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে।
50তবে কিছু কিছু জায়গায় কিছু সমস্যা দেখা দেয়, যেমন ভোটার তালিকায় ভোটারের নাম না থাকা, ব্যালট নষ্ট হয়ে যাওয়া বা সেখানে এমন ভাবে সিল মারা, যার ফলে তা অযোগ্য ঘোষণা করার মত ঘটনা ঘটেছে।As eleições foram em geral pacíficas, embora alguns problemas também foram encontrados como: nomes dos eleitores ausentes, cédulas estragadas e violadas, longas filas nos centros de votação, e alegações de campanha ilegais. Email
51কোথাও কোথাও ভোটের জন্য লম্বা লাইন দেখা গেছে, আবার কোথাও অবৈধ ভাবে ভোট দেবার অভিযোগ পাওয়া গেছে।Escrito porMong Palatino Traduzido por Kiria Cavalcanti