Sentence alignment for gv-ben-20090619-3834.xml (html) - gv-por-20090615-3298.xml (html)

#benpor
1কাজাখস্তান: শিক্ষাঙ্গনে স্থবিরতাCazaquistão: Impasse educacional
2কাজাখস্তানের সেকন্ডারি বা মাধ্যমিক স্কুলের পাঠ্যবই নিয়ে সমস্যা এখন খুবই গুরুত্বপুর্ণ অবস্থায় রয়ে গেছে- অজস্র ভুলপ্রিন্ট, ঘটনায় বা তথ্যে ভুল এবং প্রয়োগযোগ্য নয় এমন ভাষার ব্যবহার ওই সমস্ত বইয়ের চরিত্র।O problema dos livros escolares do Cazaquistão ainda é muito urgente - inúmeras falhas de impressão, erros fatuais e linguagem inadequada são características desses livros.
3পরে শিক্ষামন্ত্রী ক্ষমতাসীন দলকে এই ঘটনার বিবরণ জানান এবং তিনি বলেন যেহেতু এগুলো স্বাধীনভাবে প্রিন্টারদের ওখানে ছাপা হয়েছে, তাই তার মন্ত্রণালয় এ সব কাজের জন্য দায়ী নয়।Recentemente, o ministro da Educação declarou ao partido governante sobre sua atuação e disse que o ministério não é responsável por eles, pois eles são reconhecidamente desenvolvidos pelas editoras.
4কিন্ত নোট স্লাভাসে জানাচ্ছে আসলে তা সত্য নয়; তিনি স্মরণ করিয়ে দেন চার বছর আগে এই মন্ত্রণালয়ের অধীনে “পাঠ্যবই” গবেষনা কেন্দ্র গঠন করা হয়।Isto não é verdade, destaca slavasay; ele lembra que há 4 anos o centro de pesquisa para o “livro escolar” foi criado sob aval do ministério.
5তিনি মন্ত্রণালয়ের কাজের কিছু নমুনা উদাহরন হিসেবে তুলে দিয়েছেন [রাশিয়ান ভাষায়]:Ele também dá um exemplo do trabalho do ministério [ru]:
6“রাশিয়ান ভাষাশিক্ষা” নামের বইটির প্রচ্ছদেই দুইটি ভুল ছাপা রয়েছে, যার মধ্যে একটি ভুল শিরোনামে, আরেকটি লেখকের নামে।A capa do livro escola de “Língua Russa” tem duas falhas de impressão no título e uma no nome.
7কল্পনা করা কঠিন ভেতরে কতটা ভুল রয়েছে।É difícil imaginar o que tem dentro.
8মেগাখুইমিয়াক অনানুষ্ঠানিক সংবাদিকতা স্কুল ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে তার শিক্ষা দেবার অভিজ্ঞতা প্রকাশ করেছেন [রাশিয়ান ভাষায়]:Megakhuimyak compartilha suas impressões depois da experiência de lecionar na escola informal de jornalismo e em uma instituição de educação superior [ru]:
9উপসংহার: শিক্ষা পদ্ধতি ছোট আকারের পোস্ট গ্রাজুয়েট স্কুলের মাধ্যমে বাঁচানো সম্ভব, যারা এক বিশেষ বিষয়ের উপর জ্ঞান বিতরণ করে, যেখানে অভিজ্ঞ পেশাদাররা শিক্ষা দেয়।Conclusão: O sistema educacional será salvo por pequenas escolas de pós-graduação, que fornecem conhecimento em uma especialidade e onde profissionais experientes estão ensinando.
10যারা কর্মচারী নিয়োগ দেবে, তারা এখন বিশ্ববিদ্যালেয়র ডিপ্লোমার চেয়ে এ ধরনের সার্টিফিকেটের মুল্য দেবে।Empregadores em breve respeitarão tais certificados mais do que os diplomas das universidades.
11ইতিমধ্যে, সরকার স্কুলে বাধ্যতামুলক ড্রাগ টেস্ট বা নেশা জাতীয় বস্তু গ্রহণ পরীক্ষা বাধ্যতামুলক করতে যাচ্ছে - উদ্দেশ্য মহৎ, বাচ্চাদের স্বাস্থ্যর খেয়াল রাখা।Enquanto isso, o governo considera a possibilidade de introduzir o teste obrigatório para detectar o uso de drogas nas escolas. O motivo é a boa intenção - cuidar da saúde das crianças.
12ইটুসকেন দ্বিধান্বিত- যদি কারো ক্ষেত্রে ইতিবাচক ফল আসে তাহলে স্কুল তার সাথে পক্ষপাতমুলক আচরণ করতে পারে। এর বাইরে, এ ধরনের আবিস্কারের ক্ষেত্রে, সাধারণ শিশুর সাথে মিশতে তার আরো সমস্যা হবে [রাশিয়ান ভাষায়]:Itsuken duvida - em caso do teste dar resultados positivos, que a criança sofrerá com preconceitos na escola; além disso, após tal descoberta, ele deveria se inclinar mais em favor da comunicação com crianças marginais [ru]:
13এছাড়াও পুলিশ আজীবনের যে কোন নিষিদ্ধ বিষয় তার বিরুদ্ধে ব্যবহার করে যে কোন কিশোরকে বোকা বানাতে পারে।E mais, a polícia será eterno discreditada se for tapeada por um adolescente.
14এবং আমাদের স্বাস্থ্যসেবা পদ্ধতি অনেক জটিল, এর ফলে ব্যাপক রক্ত পরীক্ষা করতে গিয়ে একটা শিশু বেশ ভয় পেতে পারে।E nosso sistema de saúde é tão dúbio que chega a ser bem assustador para deixar uma criança passar por um exame de sangue.
15এটা অনেক ভালো হবে যদি এই সমস্ত টাকা শিশুদের স্বাভাবিক বিনোদনের জন্য ব্যবহার করা হয়।Seria bem melhor gastar esses recursos para a organização do tempo ocioso das crianças.
16এছাড়াও এটি নিউইউরোশিয়াতে ছাপা হয়েছে ।Também publicado em neweurasia.