Sentence alignment for gv-ben-20130613-36827.xml (html) - gv-por-20130626-44061.xml (html)

#benpor
1তুরস্ক: সোশ্যাল মিডিয়ায় অকুপাই গেজি'র নির্ঘন্টTurquia: Cronologia do #OccupyGezi nas redes sociais
2পোস্টটি লেখকের মূল ব্লগ আজাডুলতে দেখা যাবে।Este artigo foi publicado originalmente no blogue do autor, Azadolu [en/tr].
3২০১৩ সালের ১০ এপ্রিল তারিখে তুরস্কের টুইটার জগতে #ayagakalk (আয়াগাকাল্ক) হ্যাশট্যাগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
4এর মানে হলো “রুখে দাঁড়াও”। এই আহবান এসেছিল একটি ছোট্ট আন্দোলনকারী দল থেকে।No dia 10 de Abril de 2013, uma hashtag na “twittosfera” turca proclamava #ayagakalk (“levanta-te”).
5তারা তাসকিম স্কোয়ারের গেজি পার্ক বাঁচানোর জন্য এই আহবান জানিয়েছিল। সেখানে পার্ক তুলে দিয়ে শপিং মল বানানোর কাজ চলছিল।O apelo veio de um pequeno grupo de activistas que tentava preservar o parque existente na Praça Taksim, Parque Gezi, contra o projecto de construção de um centro comercial na zona.
6তখন পর্যন্ত কেউ-ই আশা করেনি, এই ছোট্ট ঘটনাই তুরস্কের ইতিহাসে এই বৃহৎ প্রতিবাদের জন্ম দিবে।Ninguém esperava que este pequeno incidente se viesse a tornar no maior protesto na história republicana do país.
7১০ এপ্রিলের ঘটনার প্রতিবাদ করতেই রাজপথে নেমেছেন টুইটার ব্যবহারকারী এজগি মেদ্রান। তিনি ১৩ এপ্রিল পার্ক বাঁচানোর জন্য সবার স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামেন:Nas palavras do utilizador do Twitter Ezgi Medran [tr], que no dia 10 de Abril tentava recolher assinaturas para o protesto inicial, marcado para 13 de Abril:
8তাকসিম গেজি পার্ক বাঁচাতে আপনার স্বাক্ষর প্রয়োজন!@egedenizz Precisamos das vossas assinaturas para salvar o Parque Taksim Gezi! http://taksimicinayagakalk.com/ #ayagakalk @ayagakalktaksim
9১৩ এপ্রিলে প্রতিবাদ কর্মসূচী শুরু হয় অনেকটা উত্সবের আমেজে।Os protestos começaram como festival no dia 13 de Abril.
10পরিবেশ আন্দোলনকর্মী বরিস জেন্সার বায়কান লিখেন:O activista ambiental Barış Gençer Baykan [tr] escreveu:
11তাসকিম গেজি পার্কে হাজার হাজার বিক্ষোভকারী প্রতিবাদে ফেটে পড়েছেন।@yesilgundem Milhares estão a proteger o Parque Taksim Gezi #ayagakalk @ayagakalktaksim pic.twitter.com/X6dek5HvnG
12হাজার হাজার বিক্ষোভকারী তাসকিম গেজি পার্কে জমায়েত হয়েছেন।Milhares de pessoas reunidas no Parque Taksim Gezi.
13টুইটারে ছবি শেয়ার করেছেন @yesilgundemImagem partilhada no Twitter por @yesilgundem
14এই সময়ে বিক্ষোভকারীদের সাথে আইন-শৃঙ্খলাবাহিনীর কোনো ধরনের সংঘর্ষ হয়নি।Na altura, não se tinham registado ainda quaisquer confrontos entre as forças de segurança e os manifestantes.
15মে মাসের ২৭ তারিখে একই কারণে অন্য একটি বিক্ষোভ সংঘটিত হয়।No dia 27 de Maio teve lugar outro protesto pelos mesmos motivos.
16এদিন কিছু বিক্ষোভকারী নির্মাণকর্মীদের সরিয়ে দিয়ে গেজি পার্ক দখল করে নেয়।Dessa vez, alguns activistas ocuparam o Parque Gezi para bloquear os trabalhadores da construção.
17সোশ্যাল মিডিয়া টিম 140journs টুইটারে আন্দোলনের একটি ছবি শেয়ার করে। সেখানে বলা হয়েছে:A equipa 140journs [tr] partilhou uma imagem dos activistas com estas palavras:
18তাসকিম গেজি পার্ক ভাঙ্গার কাজ সত্ত্বেও গত রাতে আন্দোলনকারীরা সেখানে পাহারা দিয়েছে।@140journs Existem patrulhas desde ontem à noite no Parque Taksim Gezi apesar das obras de demolição.
19গেজি পার্কে আন্দোলনকারীর তাঁবু গেড়ে বসেছে।#ayagakalk pic.twitter.com/1ZVUpkgxkX Manifestantes acampam no Parque Gezi.
20ছবি কৃতজ্ঞতা: @140journosFotografia: @140journos
21দুটো ঘটনা ঘটার পরে আন্দোলন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।A situação começou a ficar descontrolada depois de dois incidentes que se tornaram virais nas redes sociais.
22প্রথম ঘটনাটি হলো, অজ্ঞাতপরিচয় এক নারীর ওপর পুলিশের কাঁদানো গ্যাস হামলা। ছবিটি তোলেন রয়টার্সের ফটোগ্রাফার ওসমান ওরসাল।O primeiro foi a imagem de uma manifestante desarmada atacada com gás lacrimogéneo pela polícia, tirada por Osman Orsal, fotógrafo da agência Reuters.
23পরেরটি ছিল পুলিশের আন্দোলনকারীদের তাঁবু পুড়িয়ে দেয়া।Mais tarde, numa operação de madrugada, a polícia incendiou as tendas dos activistas.
24ইউটিউবে তাঁবু পুড়িয়ে দেয়ার ভিডিওটি রয়েছে।O incidente ficou registado no YouTube.
25এই দুই ঘটনার পরেই টুইটারে জনপ্রিয় #direngeziparki হ্যাশট্যাগ চালু হয়। এর অর্থ হলো গেজি পার্ক প্রতিহত করো।A popular hashtag transformou-se em #direngeziparki (“resiste Parque Gezi”) e seguiu-se um crescente apoio aos protestos.
26আন্দোলনকারীরা প্রতিবাদ কর্মসূচী সমর্থন জানিয়ে এই হ্যাশট্যাগ অনুসরণ করেন।
27আন্দোলনকারীদের সাথে সংহতি জানাতে এগিয়ে এসেছেন তুরস্কের তারকা অভিনেতা মামেত আলী অ্যালাবোরা।
28সেলিব্রেটি হিসেবে তিনিই প্রথম অভিনেতা, যিনি আন্দোলনকারীদের সাথে একাত্মা জানান।O actor turco Memet Ali Alabora estava no parque e foi uma das primeiras celebridades a aderir activamente à resistência.
29তিনি তার টুইটার অ্যাকাউন্টে বলেন:Na sua conta do Twitter [tr], afirmou:
30বন্ধুরা, এটা শুধুমাত্র গেজি পার্কের বিষয় নয়।@memetalialabora Isto não é apenas sobre o Parque Gezi, meu amigo, ainda não percebes?
31আপনারা এখনও কেন জেগে উঠছেন না?Vem, vamos embora.
32এখানে চলে আসুন।#direngeziparkı
33পুলিশ আন্দোলনকারীদের ওপর কাঁদানো গ্যাস এবং জল কামান নিক্ষেপ করে।A polícia começou a atacar os manifestantes com gás lacrimogéneo e canhões de água.
34পুলিশ ব্যাপকভাবে কাঁদানো গ্যাস ছোঁড়ে।A quantidade de gás usada foi excessiva.
35আন্দোলনকারীদের শরীর লক্ষ্য করে কাঁদানো গ্যাস ছোঁড়া হয়।
36টুইটার ব্যবহারকারী অ্যালপের ওরাককি তাসকিম স্কোয়ারের সবচেয়ে বড়ো রাস্তা ইশতিক্লাল ক্যাডেসি-তে পড়ে থাকা অসংখ্য কাঁদানো গ্যাসের ক্যাপসুলের ছবি শেয়ার করেন:
37কাঁদানো গ্যাসের ক্যাপসুল! আন্দোলনকারীদের ওপর ব্যবহৃত বিপুল পরিমাণ কাঁদানো গ্যাসের ক্যাপসুল।Testemunhas no local relataram que a polícia fazia pontaria aos corpos dos manifestantes quando atirava os cartuchos de gás.
38টুইটারে ছবি শেয়ার করেছেন @alperorakci রয়টার্সের ফটো সাংবাদিক ওসমান ওরসাল কাঁদানো গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন।No Twitter, o utilizador Alper Orakci [tr] partilhou a quantidade incrível de cartuchos de gás lacrimogéneo na Istiklal Caddesi, a maior rua da Praça Taksim:
39উল্লেখ্য, ওসমান লাল জামা পরিহিত নারী বিক্ষোভকারীর আইকনিক ছবিটি তুলেছিলেন।@alperorakci Cartuchos de gás lacrimogéneo! pic.twitter.com/pEmVk9ZBcY
40তুরস্কে ব্লুমবার্গের ব্যুরো প্রধান বেনজামিন হার্ভে লিখেছেন:Quantidade excessiva de gás lacrimogéneo usado para dispersar os manifestantes.
41@BenjaminHarvey ওসমান ওরসাল, ফটো সাংবাদিক।Fotografia partilhada no Twitter por @alperorakci
42গতকাল ইস্তাম্বুলে তিনি এই ছবিটি তুলেছেন: http://bit.ly/11GaGa1 আজকে তার অবস্থা এই: pic.twitter.com/8aU1vRZGjXOsman Orsal, o fotógrafo da Reuters que tirou a fotografia emblemática da manifestante vestida de vermelho, foi ferido por um cartucho de gás.
43ওসমান ওরসাল কাঁদানো গ্যাসে আহত হয়েছেন।Benjamin Harvey [en], chefe de delegação da agência Bloomberg na Turquia, escreveu:
44সূত্র: pic.twitter.com/8aU1vRZGjX@BenjaminHarvey Osman Orsal, fotógrafo.
45আন্দোলনকারীরা ফেসবুক এবং টুইটারকে কেন্দ্র করে সংগঠিত হয়েছেন। মূলধারার পত্র-পত্রিকা পুরোপুরিই নিশ্চুপ ছিল।Esta é uma das fotografias que tirou ontem em Istambul: http://bit.ly/11GaGa1 Este é ele, hoje: pic.twitter.com/8aU1vRZGjX
46আন্দোলনকে তারা অগ্রাহ্য করেছেন।Osman Orsal ferido por um cartucho de gás lacrimogéneo.
47তাই মূলধারার পত্র-পত্রিকার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া ছিল ব্যাপক।
48টুইটার ব্যবহারকারী ফারুক এরমান একটি ছবি শেয়ার করেন, যেখানে তুরস্কের মূলধারার পত্র-পত্রিকার নীরবতার বিষয়টির উল্লেখ ছিল:
49দেখুন, এখন টিভি চ্যানেলগুলো কী প্রচার করছে।Fonte: pic.twitter.com/8aU1vRZGjX
50আন্দোলন চলার সময়ে টেলিভিশন চ্যানেলগুলোর চিত্র। সূত্র: pic.twitter.com/DsfhVnz0CZBenjamin Harvey [en] exasperou-se com a CNN-Turquia por exibir um documentário sobre pinguins durante os confrontos:
51সংঘর্ষ চলাকালে সিএনএন-তুর্ক চ্যানেলে পেঙ্গুইনের ওপর তথ্যচিত্র প্রচার করায় অতিশয় ক্ষুদ্ধ হয়েছেন:
52@BenjaminHarvey সত্যিই, সিএনএন-তুর্ক পেঙ্গুইনের ওপর শো প্রচার করছে।@BenjaminHarvey A sério, a CNN-Turquia está a exibir um programa sobre pinguins.
53তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সমর্থকরা সংঘর্ষের জন্য আন্দোলনকারীদের দায়ী করেছেন। টুইটারে তারা #oyunagelmeturkiyem হ্যাশট্যাগের অধীনে মন্তব্য করেছেন।Os apoiantes do AKP (Partido da Justiça e do Desenvolvimento), o partido do governo na Turquia, culparam os manifestantes pelos confrontos, comentando no Twitter com a hashtag #oyunagelmeturkiyem (“não te deixes enganar, Turquia”).
54এর মানে হলো, তুরস্ক, ফাঁদে পা দিয়ো না।O utilizador Canan Kumas [en] escreveu:
55টুইটার ব্যবহারকারী ক্যানান কুমাস লিখেছেন:
56@Canan_Hasret তায়েপ এরদোগান কিছুই করেননি।
57তবে বিগত কয়েক বছর ধরে উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন তারা একটি পার্কের জন্য তার অপসারণ চায়।@Canan_Hasret Tayyip não tem feito outra coisa senão ajudar o país a crescer nos últimos anos e agora querem destituí-lo por causa de um parque #oyunagelmetuerkiyem
58#oyunagelmetuerkiyem অনেকে তুরস্কের আন্দোলনকে আরব বসন্তের সাথে তুলনা করেছেন।Refutando comparações entre a Turquia e a Primavera Árabe, outro utilizador, Bunyamin Hakimoglu [en], disse:
59তবে এর বিরোধীতা করে বনিআমিন হাকিমুলু বলেছেন:@Benj_Kobsch Não imaginem uma Primavera na Turquia.
60@Benj_Kobsch আন্দোলনকে তুরস্ক বসন্ত ভাববেন না।O governo é eleito com uma eleição democrática.
61সরকার ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন।
62এই পার্থক্য সম্পর্কে সতর্ক থাকুন!Percebam a diferença!
63#OyunaGelmeTürkiyem#OyunaGelmeTürkiyem
64অন্যদিকে, ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যেও নানা ধরনের সমালোচনা রয়েছে।Por outro lado, também houve algumas críticas entre os seus apoiantes.
65যেমন, দলের সিনেটর এবং সংস্কৃতি ও পর্যটন বিষয়ক সাবেক মন্ত্রী এলতুগরুল গুনাই আন্দোলনকালীদের ওপর জোর-জুলুমের রাজনীতি করায় ক্ষুদ্ধ হয়েছেন:Por exemplo, Ertugrul Gunay, senador do AKP e ex-ministro da cultura e do turismo, enfureceu-se com as ferozes políticas do seu partido contra os manifestantes:
66ইস্তাম্বুলের বিজয় বার্ষিকীর সময়ে একটি শপিং মল নির্মাণের জন্য যারা ৭৫ বছর বয়সী গাছ কাটে, তারা হয় সুলতানাত, নয় ঈশ্বরের আদেশ বুঝতে পারে না!@ErtugrulGunay Quem tenta abater árvores de 75 anos no aniversário da conquista de Istambul para construir um centro comercial não pode entender nem o Sultão Fatih nem a ordem de Deus!
67দেশজুড়ে প্রতিবাদ সংঘর্ষ ছড়িয়ে পড়ার পরেও প্রধানমন্ত্রী তায়েপ এরদোগান শপিং মল নির্মাণ থেকে পিছু হটছেন না। তিনি তার টুইটারে বলেছেন:Mesmo enquanto os protestos e confrontos continuaram por todo o país, o Primeiro-Ministro Erdogan não parecia disposto a recuar.
68আমরা চাইলে এক মিলিয়ন মানুষ জমায়েত করতে পারি।Na sua conta pessoal do Twitter [tr], afirmou:
69সেখানে বিরোধী দল কয়েক হাজার মানুষ জমায়েত করেছে। কিন্তু আমরা এই ধরনের কাজ করবো না।@RT_Erdogan Onde a oposição junta cem mil pessoas nós podemos reunir um milhão, mas não alinhamos nesse tipo de questões.