# | ben | por |
---|
1 | বিবৃতিঃ ইথিওপিয়ার নয় জন সাংবাদিকের মুক্তির দাবি গ্লোবাল ভয়েসেসের | |
2 | আদ্দিস আবাবায় জোন ৯ এর ব্লগাররা। | COMUNICADO: Global Voices exige libertação de nove jornalistas na Etiópia |
3 | তাঁরা সবাই গত ২৫ এপ্রিল তারিখে গ্রেপ্তার হয়েছেন। | Os blogueiros do “Zone 9″ em Adis Abeba, todos presos no dia 25 de Abril de 2014. |
4 | ছবিঃ এনডাল্ক, অনুমতিক্রমে ব্যবহৃত। | Foto de Endalk, usada com autorização. |
5 | গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় ইথিওপিয়াতে গ্রেপ্তার হওয়া নয়জন সাংবাদিকের মুক্তি চেয়েছে। | |
6 | বেফেকাদু হাইলু, আবেল ওয়াবেলা, আতনাফ বেরাহানে, মাহলেত ফানতাহুন, জেলালেম কিবরেত এবং নাতনায়েল ফেলেকে (তারা সবাই জোন ৯ ব্লগিং কালেকটিভের সদস্য) এবং সাংবাদিক আসমামাও হেইলেজেরগিস, তেসফালেম ওয়ালদিয়াস ও এদম কাসায়েকে গত ২৫ ও ২৬ এপ্রিল, ২০১৪ তারিখে আদ্দিস আবাবা থেকে গ্রেপ্তার করা হয়েছে। | |
7 | আমরা বিশেষভাবে দুঃখিত, গ্লোবাল ভয়েসেসের চারজন অনুবাদক - হাইলু, ওয়াবেলা, কাসায়ে এবং কিবরেতও এই গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন। | |
8 | জোন ৯ ব্লগিং কালেকটিভ ২০১২ সাল থেকে ইথিওপিয়াতে নানা সামাজিক এবং রাজনৈতিক ইস্যু নিয়ে নাগরিকদের সম্পৃক্ততা লালন করতে এবং সমালোচনা মূলক মন্তব্য করতে কাজ করে আসছে। | |
9 | সংকটময় পরিস্থিতিতেও শান্তি পূর্ণ আলোচনা এবং বিতর্ককে উৎসাহিত করার স্বার্থে তারা বাক স্বাধীনতার চর্চা করেছে। | |
10 | ১৩৭ টি দেশের ব্লগার, সক্রিয় কর্মী, লেখক এবং প্রদায়কের একটি সম্প্রদায় হচ্ছে গ্লোবাল ভয়েসেস। | |
11 | আমাদের মূল উদ্দেশ্য বাক স্বাধীনতার বৈশ্বিক মানবাধিকার প্রতিষ্ঠা করাঃ সারা পৃথিবীর না বলা গল্পগুলোকে তুলে আনা এবং মুক্তভাবে এবং কোন রকম ভয় ছাড়াই মানুষের কথা বলার অধিকার রক্ষা করা। | |
12 | আমাদের বন্ধুদের বাক স্বাধীনতা অধিকারের নিদারুণ লঙ্ঘনের কারণে আমরা খুবই ক্ষুব্ধ হয়েছি। | |
13 | আমরা আমাদের বন্ধুদের নিরাপত্তার জন্য গভীরভাবে উদ্বিগ্ন। | |
14 | আমরা চুপ করে বসে থাকতে পারি না। ব্লগ লেখা কোন অপরাধ নয়। | A comunidade do Global Voices lança um apelo à libertação de nove jornalistas presos na Etiópia. |
15 | ৩ মে তারিখটি বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। | |
16 | এ দিবসটি সামনে রেখে আমরা একটি সম্প্রদায় হিসেবে ইথিওপিয়ান কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের ব্লগার সহকর্মী ও বন্ধুদের এবং ইথিওপিয়াতে কারাবন্দী অন্যান্য সকল সাংবাদিকদের মুক্তি দিন। | |
17 | আপনি যদি আপনার নাম অথবা সংস্থাকে এই বিবৃতির সাথে সংযুক্ত করতে চান, তবে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন এবং এটিকে আমাদের তালিকার সাথে যুক্ত করুন। | |
18 | আমরা নতুন নাম পাওয়ার সাথে সাথে একটি নির্দিষ্ট সময় পর পর এই পোস্টটিকে হালনাগাদ করব। বন্ধু এবং আমাদের মিত্র, যারা এই বিবৃতিটিতে সমর্থন জানিয়েছেনঃ | Befeqadu Hailu, Abel Wabela, Atnaf Berahane, Mahlet Fantahun, Zelalem Kibret e Natnael Feleke (todos membros do blogue colectivo “Zone 9″), e os jornalistas Asmamaw Hailegeorgis, Tesfalem Waldyes e Edom Kassaye, foram presos nos dias 25 e 26 de Abril de 2014 na capital da Etiópia, Adis Abeba. |
19 | পেন আমেরিকান সেন্টার, আমেরিকা | |
20 | সীমানা ছাড়িয়ে ইন্টারনেট, আফ্রিকা | |
21 | ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন, আমেরিকা উশাহিদি, কেনিয়া | Estamos particularmente apreensivos porque entre os detidos encontram-se quatro tradutores do Global Voices: Hailu, Wabela, Kassaye e Kibret. |
22 | কেনিয়ার ব্লগারদের সঙ্ঘ, কেনিয়া | |
23 | কেনিয়াআনলিমিটেড, কেনিয়া | |
24 | আফ্রিকান হাদিথি, আফ্রিকা | |
25 | এনগেজমিডিয়া, এশিয়া প্যাসিফিক | |
26 | ডিজিটাল মিডিয়া আইন প্রকল্প, আমেরিকা এমআইটি সেন্টার ফর সিভিক মিডিয়া, আমেরিকা | Desde 2012, o colectivo editorial do blog “Zone 9″ tem envidado esforços para fortalecer o envolvimento cívico e a partilha de perspectivas críticas sobre assuntos sociais e políticos na Etiópia. |
27 | আর্টিকেল ১৯, আন্তর্জাতিক ভিজুয়ালাইজিং ইম্প্যাক্ট, লেবানন | Apesar das condições difíceis, o colectivo tem exercitado o direito à liberdade de expressão no interesse da promoção de diálogos e debates pacíficos. |
28 | অ্যাক্সেস, আন্তর্জাতিক হিভোস, আন্তর্জাতিক | O Global Voices é uma comunidade de ‘bloggers', activistas, escritores e tradutores de 137 países. |
29 | অ্যসোসিয়েশন ফর প্রোগ্রেসিভ কমিউনিকেশন্স, আন্তর্জাতিক এডুকাসিয়ন ই সিউদাদানিয়া, মেক্সিকো | O direito humano universal à liberdade de expressão é fundamental para a nossa missão: contar histórias de todo o mundo que não estejam suficientemente representadas nos media “mainstream” e defender os direitos de todos e todas a falarem livremente e sem medo. |
30 | ই-গ্লোবাল নলেজ, আন্তর্জাতিক | |
31 | মাস দো ১৩১, মেক্সিকো রেড অঁ ডিফেন্সা দো লো দেরেচো ডিজিটালেস, মেক্সিকো | Estamos indignados com esta flagrante violação dos direitos dos nossos amigos à liberdade de expressão e profundamente preocupados com a sua segurança. |
32 | বাইটস ফর অল, পাকিস্তান | Não podemos ficar em silêncio. |
33 | জাম্বিয়া ব্লগার্স, জাম্বিয়া | |
34 | আর্টিকেল ১৯ অফিস ফর মেক্সিকো এন্ড সেন্ট্রাল আমেরিকা, মেক্সিকো | |
35 | রাসাসা নিউজ, ইখিওপিয়া | Blogar não é crime! |
36 | ওয়ান ওয়ার্লড, দক্ষিণপূর্ব ইউরোপ বসনিয়া হার্জেগোভিনা | |
37 | মিডিয়া রাইটস এজেন্ডা, নাইজেরিয়া | Mostre o seu apoio no Tumblr Zone 9. |
38 | শিরোমানি ধুন্গানা, নেপাল; | Blogar não é crime. |
39 | প্রোগ্রাম অন হিউমান রাইটস, নর্থইস্টার্ন ইউনিভার্সিটি, আমেরিকা ফ্রি প্রেস আনলিমিটেড, নেদারল্যান্ডস | No dia 3 de Maio - Dia Mundial da Liberdade de Imprensa - nós, enquanto comunidade, exigimos que as autoridades da Etiópia libertem os nossos companheiros e amigos blogueiros, e todos os outros jornalistas presos na Etiópia. |
40 | বাহরাইন ইয়থ সোসাইটি ফর হিউমান রাইটস, বাহরাইন | Se quiser subscrever este comunicado, por favor clique aqui e associe o seu nome ou organização à lista. |
41 | ভার্দাদে পত্রিকা, মোজাম্বিক | Iremos actualizar este post periodicamente à medida que formos recebendo novos nomes. |
42 | ফলহা ৮, অ্যাঙ্গোলা | Amigos e aliados que apoiam esta declaração: |
43 | কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস আফ্রিকা প্রোগ্রাম, আমেরিকা/কেনিয়া/নাইজেরিয়া/দক্ষিণ আফ্রিকা | |
44 | ওয়ার্লড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন, আন্তর্জাতিক সেন্টার ফর টেকনলজি এন্ড সোসাইটি, ব্রাজিল | Leia mais: 26/04/2014 - Seis membros de blogue colectivo presos na Etiópia [en] 30/04/2014 - Netizen Report: Etiópia reprime liberdade de expressão [en] |