Sentence alignment for gv-ben-20151130-50759.xml (html) - gv-rus-20151129-44417.xml (html)

#benrus
1রাশিয়ার সাথে আছি আন্দোলনে আপনাকে স্বাগতমДобро пожаловать в движение #StandwithRussia
2ছবি সম্পাদনা কেভিন রথরকИзображение обработано Кевином Ротроком.
3গত ২৪শে নভেম্বর সিরিয়া-তুরস্ক সীমান্তে তুরস্কের বিমানবাহিনী রাশিয়ার সুখোই সু-২৪ নামের একটি বোমারু বিমান গুলি করে ভূপাতিত করে।Вслед за атаками ВВС Турции российского самолёта Су-24 у сирийско-турецкой границы, демонстранты собрались у здания посольства Турции в Москве, закидывая его камнями и яйцами, и ломая окна.
4এ ঘটনার পর থেকেই মস্কোর তুর্কি দূতাবাসের সামনে প্রতিবাদকারীরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন।Россия так же выражает свое недовольство онлайн, запустив волну отзывов о посольстве Турции в Москве в с единичками на Google Maps.
5এ সময়ে তারা দূতাবাস লক্ষ্য করে পাথর ও ডিম ছোঁড়ে।“Они поддерживают терроризм” - один из недавних комментариев.
6এতে ভবনের জানালার কাচ ভেঙ্গে যায়।“Ваша роль в мировой истории всегда была ролью проститутки!” - пишет другой разгневанный комментатор.
7শুধু তাই নয়, রাশিয়ানরা অনলাইনেও তাদের ক্ষোভ ঝাড়েন।“Вы, подонки, забыли, кто выиграл восемь русско-турецких войн?” - спрашивает женщина по имени Наталья Васильевна.
8তারা গুগল ম্যাপের রিভিউ পেইজে তুরস্ক দূতাবাসকে গণহারে এক রেটিং দেয়া শুরু করেন।Несмотря на сегодняшнию волну негативных отзывов, Google Maps до сих пор показывают общую оценку в 4,5 звезды с общим количеством отзывов - 44.
9একজন নেটিজেন রিভিউ দিতে গিয়ে লিখেছেন, তারা সন্ত্রাসবাদের সমর্থক।Скриншот: отзывы на Google Maps о Турецком посольстве в Москве.
10অন্য আরেকজন লিখেছেন, তারা যে ভূমিকা পালন করলো, তাতে করে ইতিহাসে তারা পতিতা হিসেবে চিহ্নিত হবেন ।Российская новостная сеть RT, следящая за информацией из правительства Российской Федерации, опубликовала 25 ноября репортаж, в котором заявила, что пользователи Интернета со всего мира начали делиться хэштегом #StandwithRussia.
11নাতালিয়া ভাসিলইয়েভনা নামের একজন নারী নেটিজেন প্রশ্ন করেছেন, আপনি কি ভুলে গেছেন আটবারের রাশিয়া-তুরস্ক যুদ্ধে কে জিতেছে? স্ক্রিনশট: মস্কোর তুর্কি দূতাবাসের গুগল ম্যাপের রিভিউ।Очевидно, это делают для того, чтобы осудить турецкую атаку на Су-24, которая повлекла за собой смерть одного из пилотов, а так же последующее убийство другого российского военного при поисково-спасательной операции.
12তবে এই নেতিবাচক রিভিউয়ের জোয়ারের পরেও গুগল ম্যাপে তুরস্কের দূতাবাসের রেটিং ৪. ৫ দেখাচ্ছে।Интернет-пользователи делятся одним изображением с “символом мира” и военным самолетом, наложенным прямо поверх него, по словам RT, чтобы выразить солидарность с Россией.
13যদিও সেখানে মাত্র ৪৪টি রিভিউ তালিকাভুর্ক্ত হয়ে আছে। গত ২৫ নভেম্বর সরকারি পরিচালনাধীন পত্রিকা আরটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে।Министр иностранных дел России поспособствовал продвижению “символа мира”, после того, как установили, что крушение самолета в Египте 31 октября было террористической атакой.
14যেখানে দাবি করা হয়েছে, রাশিয়ার বিমান ভূপাতিত করার প্রতিবাদে সারাবিশ্বের অনলাইন ব্যবহারকারীরা ‘রাশিয়ার সাথে আছি' হ্যাশট্যাগ ব্যবহার করছে।(Этот ранее опубликованный “символ мира-военного самолета” был сам по себе отсылкой к “символу мира” с Эйфелевой башней, созданный французским иллюстратором Жаном Жюльеном незамедлительно после атак на Париж 13-го ноября.)
15উল্লেখ্য, বিমান ভূপাতিত করার ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন।Прошу поддержать акцию pic.twitter.com/0FmpyCxhNr
16আর পাইলটদের উদ্ধার অভিযান চালাতে গিয়ে আসাদবিরোধী বিদ্রোহীদের হামলায় একজন মেরিন সেনা নিহত হয়েছেন।
17আরটি'র প্রতিবেদনের সাথে একটি ছবিও দেয়া হয়েছে।- Чебупель Залго (@AndreyZalgo) November 24, 2015
18আরটি লিখেছে, রাশিয়ার সাথে সংহতি জানাতে সবাই শান্তির প্রতীকওয়ালা এই ছবিটি শেয়ার করছেন। শান্তির প্রতীকের মাঝখানে একটি রাশিয়ান যুদ্ধবিমান বসিয়ে দেয়া হয়েছে।По словам пользователя сети Twitter @AndreyZalgo, он создал это изображение военного самолета в виде “символа мира” как шутку до того, как была обнародована информация о турецкой атаке российского Су-24, повлекшей за собой смерть одного из пилотов.
19এই ছবি'র মাধ্যমে গত ৩১ অক্টোবর সন্ত্রাসীদের হামলায় মিশরে রাশিয়ান বিমান ধ্বংসের কথাও স্মরণ করা হয়েছে।
20(বিমানের শান্তির প্রতীকটি এর আগে আইফেল টাওয়ার শান্তি প্রতীক হিসেবে চালু ছিল।
21এটি একেঁছিলেন ফরাসি গ্রাফিক্স ডিজাইনার জেন জুলিয়ান।
22নভেম্বরের ১৩ তারিখে প্যারিস হামলার পরপরই তিনি একেঁছিলেন এটি।)
23আপনার সমর্থন চাইছি।Переводчик: Стерхова Александра
24টুইটার ব্যবহারকারী @আন্দ্রেজালগোর ভাষ্যমতে, যদিও তুরস্কের হামলায় রাশিয়ার বিমান ভূপাতিত হওয়ার আগেই তিনি মজা করতে যুদ্ধ বিমানের শান্তির এই প্রতীকটি একেঁছিলেন।