# | ben | rus |
---|
1 | কেনিয়া: আফ্রিকার চার তরুণ হলিউডের গতানুগতিক কাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে | Кения: молодежь Африки против стереотипов Голливуда |
2 | আফ্রিকা ওয়াচিং হচ্ছে মামাহোপের তৈরি একটি ইউটিউব ভিডিও, যেখানে নয় বছরের এক বালক কমান্ডো নামক ছবির গল্পটি আবার বলছে। মামাহোপের এই ছবিটি দেখার পর কেনিয়ার চার তরুণ মামাহোপকে বলছে যে তারা এই প্রতিষ্ঠানের মত করে হলিউডের গল্পগুলো নিজেদের মত করে সাজিয়ে পুনরায় বলতে চায়। | Молодые люди из Кении захотели снять свой собственный ролик [анг] о голливудских фильмах после того, как посмотрели видео организации MamaHope, в котором девятилетней мальчик пересказывал содержание фильма “Коммандо IV” [анг]. |
3 | এই ক্ষেত্রে, কি ভাবে চলচ্চিত্রগুলো আফ্রিকার নাগরিকদের গতানুগতিক ভাবে চিত্রিত করে, তারা সেই বিষয়টি তুলে ধরছে। | В их случае речь идет о стереотипных образах африканцев в фильмах. Ссылка на оригинальное видео |
4 | আফ্রিকার মানুষ: হলিউডের গতানুগতিক ভাবনা- এর লেখক চিকিৎসা বিজ্ঞানের ছাত্র গ্যাব্রিয়েল, বেনার্ড ও ডেরিক; মানব সম্পদ ব্যবস্থাপনার ছাত্র ব্রায়ান এবং মামাহোপ | Видеоролик African Men. Hollywood Stereotypes [Жители Африки. |
5 | এই সব তরুণরা বলছে “ চলচ্চিতে যা দেখানো হয়, নাগরিকরা যদি কেবল তাতে বিশ্বাস করে, তাহলে সকলে মনে করবে, আমরা সকলে যুদ্ধবাজ যারা হানাহানি পছন্দ করি। | Шаблоны Голливуда] был создан студентами-медиками Габрелем, Бенардом и Дерриком, будущим менеджером по персоналу Браяном и организацией MamaHope. |
6 | মামাহোপের মতো, এই চার তরুণ, হলিউডের ছবিতে অতিরিক্ত উত্তেজনা, আফ্রিকার পুরুষদের একপেশেভাবে অঙ্কন এবং সাদা মানুষদের ত্রাতা হিসেবে আবির্ভাবের যে বার্তা প্রদান করা হয়, তাতে তারা ক্লান্ত, প্রচার মাধ্যমে আমাদের এভাবে পরিমাপ করা হয়। | Главные герои однажды сказали: «Если бы люди верили тому, что видят в фильмах, то думали бы, что мы все вояки, которые жить не могут без насилия». |
7 | | Они, как и MamaHope, уже перенасытились однообразными сценами с черными мужчинами и белыми спасителями, которые мелькают в медиапространстве. |
8 | এর বদলে আফ্রিকার মানুষের নিজেদের গল্প নিজেরাই বলতে চায়। যার ফলে আমরা তাদেরকে মাইক প্রদান করেছি এবং তারা এই ভিডিওটি তৈরী করেছে। | Главные герои захотели рассказать свои собственные истории, мы дали им видеокамеру, и они сняли это видео. |