Sentence alignment for gv-ben-20110626-18302.xml (html) - gv-rus-20110624-4484.xml (html)

#benrus
1বাহরাইনঃ বিরোধী নেতাদের কারাদণ্ড প্রদান করা হয়েছেБахрейн: Лидеры оппозиции приговорены к тюремному заключению
2এই প্রবন্ধটি বাহরাইনের প্রতিবাদ বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ .Эта статья является частью нашего специального репортажа Протесты в Бахрейне 2011.
3আজ বাহরাইনের ব্লগার আলি আবদুল ইমামকে তার অনুপস্থিতিতে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।Али Абдулемам, блоггер из Бахрейна, сегодня был заочно приговорен к 15 годам лишения свободы.
4দু মাস আগে, বাহরাইনের এক সামরিক আদালত এক পুলিশ হত্যার অভিযোগে চারজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করে, তবে এই রায়ের বিরুদ্ধে বিবাদীরা আবেদন করলে দু জনের মৃত্যুদণ্ড রদ করা হয়।Более двух месяцев назад военный суд Бахрейна приговорил четырех мужчин к смертной казни по обвинению в убийстве полицейского.
5সারা বিশ্ব জুড়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠে, বিশেষ করে মানবাধিকার দলগুলো এর কঠোর নিন্দা করেছে।Апелляционный суд утвердил судебное решение в отношении двух осужденных.
6সামরিক আদালত বা বাহরাইনে যাকে জাতীয় নিরাপত্তা আদালত বলে অভিহিত করা হয় আজ তার আরেকটি সিদ্ধান্ত বিরোধীদের জন্য এক আঘাত হয়ে আসে।Такое решение подверглось жесткой критике по всему миру, особенно организациями по защите прав человека.
7আজ এই আদালত দেশটি ২১ জন বিরোধী নেতাকে কারাদণ্ড প্রদান করেছে।Сегодня оппозиция Бахрейна пострадала от еще одного удара.
8এদের মধ্যে ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাদান করা হয়েছে, যাদের মধ্যে প্রখ্যাত মানবাধিকার একটিভিস্ট আবদুল্লাহ হাজি খোয়াজাও রয়েছে।Военный суд или Национальный суд безопасности, как его называют в Бахрейне, приговорил 21 участника оппозиции к тюремному заключению, восемь из которых получили наказание в виде пожизненного лишения свободы.
9তার কন্যা মারিয়াম (@মারিয়ামআলখোয়াজা) এই কারাদণ্ড এবং আদালতে আবদুল্লাহর প্রতিক্রিয়ার বিষয়ে টুইট করেছে:Один из оппозиционеров, приговоренный к пожизненному заключению, является известным активистом по защите прав человека Абдулхади Хаваджа.
10@মারিয়ামআলখোয়াজা: আলখোয়াজাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে, এবং তিনি বলেছেন, লোকজন সবসময় তাদের পথ অনুসরণ করবে, সে সময় তাকে প্রহার করা হয় এবং আদালত চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।Его дочь Марьям (@ maryamalkhawaja) написала сообщение в Твиттер о вердикте и реакции своего отца на решение в зале судебных заседаний:
11এছাড়াও টুইটে মারিয়ম তার বোন জয়নাবের প্রতিক্রিয়া তুলে ধরে, যে দুমাস আগে তার বন্দী পিতা এবং স্বামীর জন্য অনশন পালন করছিল:@ Maryamalkhawaja: Алхаваджа был приговорен к пожизненному заключению, он сказал, что люди продолжат их дело, он был избит и удален из зала суда
12@মারিয়ামআলখোয়াজা : জয়নাব আলখোয়াজা (@এ্যাংরিআরাবিয়া) জোরে জোরে আওয়াজ করছিল ” আল্লাহু আকবার” ( আল্লাহ মহান!), যখন এই রায় ঘোষণা করা হয় তখন সে এই কথাগুলো বলতে থাকে এবং এর জন্য তাকে গ্রেফতার করা হয়।Марьям также написала о реакции своей сестры Зейнаб, которая два месяца назад объявила голодовку в поддержку своего мужа и отца: @maryamalkhawaja: Зайнаб Алхаваджа ( @ angryarabiya ) выкрикнула после того, как приговор был зачитан: “Аллах Акбар” (Аллах велик!).
13২১ জনকে কারাদণ্ড প্রদানের বিষয়টি অনেক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং এর ফলে লোকজন বাহরাইনের শাসকদের তীব্র সমালোচনা করছে, কারণ তারা এর আগে জাতীয় এক আলোচনার আহ্বান জানিয়েছিল।Из-за этого ее подвергли аресту. Решение о двадцати одном тюремном заключении получило различные оценки и вызвало критику политического режима в Бахрейне.
14এই দেশটি এক ব্যাপক বিক্ষোভের মধ্যে দিয়ে যাচ্ছে, যার সূত্রপাত হয়েছিল ১৪ ফেব্রুয়ারি তারিখ থেকে।Принятие решения по времени совпало с призывами к проведению в стране национального диалога, что привело к массовым акциям протеста, начиная с 14 февраля.
15ফরেন পলিসি পত্রিকার ম্যানেজিং এডিটর ব্লাক হউনশেল (@ব্লাকহউনশেল ) হচ্ছে প্রথম ব্যক্তি যে সরকার বিরোধী এই সব ব্যক্তিদের কারাদণ্ড প্রদানের মত দুর্ভাগ্যের বিষয় এবং জাতীয় এক আলোচনার আহ্বান নিয়ে নিয়ে টুইট করে।Главный редактор журнала Foreign Policy Блейк Хоуншелл ( @ blakehounshell ) был одним из первых, кто написал об иронии приговора к наказанию оппозиционеров и обратился с просьбой о проведении национального диалога.
16হউনশেল ওয়াদ দলের যুক্ত-প্রধান ইব্রাহিম শরিফের কথা উল্লেখ করেন, যাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে, উদাহরণ হিসেবে তিনি বলেন:В качестве примера Хоуншелл привел политическую партию Ваад, со-руководитель которой, Ибрагим Шариф, был приговорен к пяти годам лишения свободы:
17@ব্লাকহউনশেল:পর্যলোচনার জন্য: বাহরাইনের শাসন কর্তারা আল-ওয়াদ দলটিকে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছে, আবার একদিকে এর অন্যতম এক নেতাকে পাঁচ বছরের জন্য জেলে পাঠাচ্ছে।@blakehounshell: в качестве напоминания: представители режима в Бахрейне призывали к диалогу с аль-Ваад, а затем приговорили одного из ее лидеров к пяти годам лишения свободы.
18সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী কার্ল ব্লিডট (@কার্লব্লিডট ) তার প্রতিক্রিয়া প্রদান করেছে:Министр иностранных дел Швеции, Карл Бильдт ( @ carlbildt ) отреагировал:
19@কার্লব্লিডট : বাহরাইনের আটজন একটিভিস্টকে আজীবন কারাবাস প্রদান করা হয়েছে, এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।@carlbildt: Восемь активистов в Бахрейне приговорены к пожизненному заключению. Это недопустимо.
20এর বিরুদ্ধে আপীল করা হবে।Решение будет обжаловано.
21সত্যিকারের এক জাতীয় আলোচনার প্রয়োজন।Проведение искреннего диалога на национальном уровне обязательно.
22সংযুক্ত আরব আমিরাতের প্রখ্যাত কলাম লেখক সুলতান আল কাশেমী (@SultanAlQassemi) বাহরাইনের বিরোধীদের এই সংকটের বিষয়ে বেশ কিছু মন্তব্য করেছে, এবং সে জানাচ্ছে কি ভাবে তারা এখনো শক্তিশালী। সে বলছে:Известный обозреватель Султан Аль-Кассеми ( @ SultanAlQassemi ) из ОАЭ также оставил несколько комментариев о борьбе оппозиции в Бахрейне и о том, как они не теряют своей стойкости:
23@ সুলতান আল কাশেমী: ফ্রেবুয়ারি মাসে দেশটির সরকার বিরোধীরা ছিল সবচেয়ে শক্তিশালী দল, যারা দেশটির রাজনৈতিক ভবিষ্যতকে একটা আকার দিতে সক্ষম ছিল।@SultanAlQassemi: в феврале оппозиция в Бахрейне была самой мощной силой в стране, способной сформировать политическое будущее страны.
24আজকের দিনেও তা করা খুব বেশি কঠিন হবে না।Не может быть, что сегодня все обстоит иначе.
25বাহরাইন থেকে মোহাম্মাদ আসোর (@ মোহাম্মাদআসোর ) এক হতাশ স্বরে টুইট করেছে, সে বলছে, যে ভাবে এ দেশের শাসক, বিরোধীদের প্রতি আচরণ করছে তা হতাশাজনক।Мохаммед Ашор из Бахрейна (@ MohmdAshoor ) написал с разочарованием о том, как режим его страны обходится с оппозицией.
26ঠিক রায় ঘোষণার পরই পরই সে এই টুইট করে। সে বলছে:Сразу после вынесения приговора он написал сообщение в Твиттер:
27@মোহাম্মাদআসোর: আমি কোন আলোচনায় আশ্বস্ত হচ্ছি না, যতক্ষণ আমাদের দেশের সন্তানরা জেলে থাকবে।@MohmdAshoor: Пока наш народ находится в тюрьмах никакой “диалог” меня никогда не убедит.
28কেবল বড় বড় নাম নয়, সকলের ক্ষেত্রে এই দাবি করছি।В тюрьмах не только известные люди. Все.
29বাহরাইন থেকে লেখক আলি আলসায়িদ আরেকটি টুইট করেছেন।( @ আলিআলসায়িদ), এবার সে প্রচণ্ড ক্ষোভ এবং হতাশা নিয়ে টুইট করেছে:Другое сообщение в Твиттере из Бахрейна от писателя Али Альсаида (@ alialsaeed ), на этот раз полное негодования и разочарования:
30@ আলিআলসায়িদ: দেখ, বলেছিলাম না, সবকিছু ঠিক আছে, বাহরাইনের সবকিছু সুন্দর এবং গোলাপের মত মসৃণ।@alialsaeed: Видите, я же вам говорил, в Бахрейне все идеально, великолепно и радужно.
31এখন সেই বদমাইশ গোল টেবিলে বস এবং আমাদের সাথে কথা বলТеперь садитесь за этот долб *** ый стол переговоров и постройте “диалог” со мной.
32মিশরীয় ব্লগার এবং মানবাধিকার কর্মী রামি রাউফ (@ রামিরাউফ ) হচ্ছে সেই সব মিশরীয়দের মধ্যে অন্যতম, যারা বাহরাইনের আদালতের শাস্তি প্রদানের ঘটনায় টুইট করেছে।Египетский блоггер и активист по защите прав человека Рами Рауф ( @ RamyRaoof ) был одним из многих египтян, которые писали сообщения в Твиттер о происшедшем в суде Бахрейна.
33তিনি এরপর বাহরাইনের ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে সেখানকার সম্প্রদায়গত বিভাজনকারীদের উপর সমালোচনা মূলক মন্তব্য করেন:После этого он сделал критическое замечание в отношении сектантского движения, которое обычно принимало участие в решении проблем в Бахрейне:
34@রামিরাউফ: আমি মানবাধিকার দলগুলোর সাথে একমত নই যে, বাহরাইনের সমস্যা শিয়া বনাম সুন্নি সমস্যা।@RamyRaoof: Я не согласен с группами по защите прав человека, которые подходят к ситуации в Бахрейне, как к проблеме ‘сунниты против шиитов'.
35আমি মনে করি সেখানকার সমস্যা হচ্ছে বিরোধীতাকারী বনাম শাসক সমস্যা।Я бы скорее сказал - оппозиция против режима.
36আরেকজন মিশরীয় ব্লগার তারক আমার (@জিয়াআর৩৩এনডাটা) যেভাবে লোকজন সিরিয়ার বিষয় নিয়ে মাতামাতি করছে এবং বাহরাইনের বিষয়ের প্রতি কম মনোযোগ প্রাদন করেছে সে বিষয়ে মন্তব্য করেছে, সে লিখেছে:Еще один блоггер из Египта, Тарек Амр ( @ gr33ndata ) написал свое мнение о том, что люди больше заботятся о происходящем в Сирии, а не в Бахрейне.
37@জিয়াআর৩৩এনডাটা : এই কথা বলার জন্য আপনারা আমাকে হয়ত ঘৃণা করতে পারেন, কিন্তু কখনো কখনো আমার মনে হয় সিরিয়ার প্রতি বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং বাহরাইনকে সে ভাবে গুরুত্ব প্রদান করা হচ্ছে না।Он написал: @gr33ndata: Вы можете ненавидеть меня за это, но иногда мне кажется, что события в Сирии переоценивают, а в Бахрейне недооценивают.
38বৃটিশ ব্লগার এবং পিএইচডির ছাত্র মার্ক ওয়েন জোনস (@মার্কওয়েনজোনস ) বাহরাইনের বিরোধী নেতাদের বিরুদ্ধে মামলা করার জন্য সামরিক আদালত ব্যবহার করা প্রসঙ্গে টুইট করেছে, এটি এমন একটা বিষয় যা মিশরের মত দেশেও ঘটেছিল, ২৫ জানুয়ারি নামক বিপ্লবের পরে:Марк Оуэн-Джонс (@ marcowenjones)- аспирант и блогер из Британии написал сообщение в Твиттер о роли военных судов в делах против лидеров оппозиции в Бахрейне - проблеме, которая также существует в таких странах, как Египет, после революции 25 января:
39@মার্কওয়েনজোনস : রাজনৈতিক কারণে সামরিক আদালতে বেসামরিক নাগরিকদের শাস্তি প্রদানের কারণে মানুষ বিচার প্রক্রিয়ার উপর আস্থা হারিয়ে ফেলবে।@marcowenjones: смысл рассмотрения гражданских дел военными судами состоит в том, чтобы подорвать правосудие в политических целях.
40ব্লগার আলি আবদুল ইমামকে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে , তবে তার অনুপস্থিতিতে এই শাস্তি প্রদান করা হয়েছে। যেমনটা বাহরাইনের সেন্টার ফর হিউম্যান রাইটস (@বাহরাইনরাইটস) টুইট করেছে:Блоггер Али Абдулемам также был приговорен к 15 годам тюремного заключения, однако решение было вынесено заочно, говорят в центре по защите прав человека Бахрейна (@ BahrainRights ):
41@বাহরাইনরাইটস : ব্লগার আলি @আবদুলইমামকে তার অনুপস্থিতে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।@BahrainRights: Блоггер Али @ abdulemam был заочно приговорен к 15 годам.
42গত বছর সে ছয় মাস জেলে কাটায়, সে সময় তার উপর অত্যাচার করা হয়। # বাহরাইন http://ow.ly/5nwOUВ прошлом году он провел 6 месяцев в тюрьме, где его подвергали пыткам # Бахрейн http://ow.ly/5nwOU
43আসমা দারউয়িশ (@এগারটুবিফ্রি) হচ্ছে গ্রেফতার হওয়া মোহাম্মদ দারউয়িশ এর বোন, যে তার ভাইয়ের জন্য অনশন ধর্মঘট পালন করেছিল, আদালতের সিদ্ধান্তের ব্যাপারে এবং সে সময় বন্দীদের কেমন দেখাচ্ছিল, আসমা সে সব বিষয়ে বেশ কিছু টুইট করেছে:Асма Дарвиш (@ Eagertobefree)- сестра задержанного Мухаммеда Дарвиша, которая объявила голодовку в поддержку своего брата, также написала несколько сообщений в Твиттер относительно судебных решений и том, как выглядели задержанные в суде:
44@এগারটুবিফ্রি: আমরা এক বন্ধুর বক্তব্য থেকে উদ্ধৃতি করছি, যে আদালত কক্ষে উপস্থিত ছিল: সকলকে খুব আলাদা রকম দেখাচ্ছিল, মুসাইমা এবং আল খোয়াজাকে আরো বেশি আলাদা দেখাচ্ছিল।@Eagertobefree: Цитирую слова друга, который был в зале суда: все выглядели иначе, Мушаима и Алькавджа изменились больше всех.
45তবে সবাই মানসিক ভাবে বেশ শক্তিশালী ছিল।Но все держались стойко.
46মানবাধিকার কর্মী নাবিল রাজাব (@নাবিলরাজাব) আজকে আদালতে যা ঘটেছে যে বিষয়ে টুইট করেছে এবং সেই দৃশ্য ধারণ করেছে যা তার নিজের ভাষায় “জঘন্য”, রজব লিখেছে:Набиль Раджаб (@ NABEELRAJAB) - активист по защите прав человека, описал в Твиттере все происходящее сегодня во время судебного заседания. Он описал сцену, которую он назвает “отвратительной”.
47@নাবিলরাজব: আদালতে উপস্থিত সৈনিকের এক জঘন্য কাজ করে।Раджаб комментирует: @NABEELRAJAB: в суде солдаты повели себя отвратительно.
48রায়ের সময় তারা একে অপরকে চুম্বন করে এবং অভিনন্দন জানায়। আর তারা গ্রেফতারকৃত ব্যক্তিদের পরিবারের সামনে এই কাজটি করে।После того, как приговоры о тюремном заключении были зачитаны, они стали обнимать и поздравлять друг друга на глазах у семей задержанных.
49এই সব পরিবার এই সমস্ত ঘৃণ্য কাজের বিপক্ষে।Эта статья является частью нашего специального репортажа Протесты в Бахрейне 2011.