Sentence alignment for gv-ben-20120420-25313.xml (html) - gv-rus-20120422-13351.xml (html)

#benrus
1বাহরাইন: শিয়া দোকান ভাংচুরে মাস্তানদের পুলিশী সহায়তাБахрейн: полиция помогает бандитам атаковать принадлежащий шиитам магазин
2একটি শিয়া মালিকানাধীন কোম্পানী জাওয়াদ বিজনেস গ্রুপ-এর মালিকেরা একটি ভিডিও মুক্তি দিয়েছে যাতে ১০ই এপ্রিল একদল মাস্তানকে তাদের একটি দোকান ভাঙ্গতে, লুটপাট ও তছনছ করতে এবং পুলিশের দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতে, এমনকি সাহায্য করতেও দেখা যাচ্ছে।Владельцы принадлежащей шиитам бизнес-группы “Джавад” (Jawad) опубликовали запись погрома и грабежа одного из их магазинов 10 апреля 2012 года. На записи видно, как полицейские бездействовали и даже помогали бандитам.
3পার্ল গোলচক্করে বিক্ষোভকারীদের খাবার সরবরাহের অভিযোগে গত বছর থেকে জাওয়াদ মালিকানাধীন ব্যবসাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।Бизнес, принадлежащий “Джавад”, стал мишенью для нападок в течение последнего года после заявления [анг] о том, что компания поставляла еду протестующим на Жемчужной площади.
4ব্লগার মার্ক ওয়েন জোন্স ১৩ই এপ্রিল লিখেছেন:Блогер Марк Оуэн Джонс написал 13 апреля:
5জাওয়াদ দোকান বয়কট করার আহবান জানানো একটি ফেসবুক পৃষ্ঠার প্রোফাইল ছবি: ‘আমাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতাকারী জাওয়াদ গ্রুপের বিরুদ্ধে একটি বয়কট প্রচারণা।'Фотография с профиля на Facebook. На странице призывается бойкотировать магазины "Джават": "Бойкот бизнес-группы, предавшей нашу страну."
6গতকাল আমি একটি পোস্ট লিখেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় [পুলিশ] কিভাবে সরকারপক্ষীয় বা সরকারবিরোধী বিবেচনা করে বাহরাইনীদের সাথে আচরণ করে।Вчера я написал статью о том, как Министерство внутренних дел (полиция) по-разному обращается с бахрейнцами в зависимости от того, являются ли они лояльно или оппозиционно настроенными по отношению к правительству.
7শাসকগোষ্ঠীর সমর্থকদের একটি বড় দল আলবা গোলচক্করে একত্রিত হয়ে দুটি গাড়ির ভাংচুর করে, তারপর কাছাকাছি থাকা একটি সুপারমার্কেট তছনছ করে, এরপর শান্তভাবে ছত্রভঙ্গ হয়ে যায়, তারপরে এটা ঘটেছে।Это было после робкого разгона большой группы сторонников режима, собравшихся на площади Алба и разгромивших близлежащий супермаркет.
8আপাতভাবে গত বছর পার্ল গোলচক্করে বিক্ষোভকারীদের খাবার সরবরাহের কারণে শাসকগোষ্ঠীর অনুগতদের ঘৃণিত জাওয়াদ গ্রুপের মালিকানাধীন হওয়ার কারণে মার্কেটটি আক্রান্ত।Причиной погрома послужил тот факт, что магазин принадлежит группе “Джавад”, которую многие сторонники режима обвиняют в поставке еды протестующим на Жемчужной площади в прошлом году.
9অবশ্যই শাসকগোষ্ঠীর সমর্থকদের সহিংসতার প্রতি পুলিশের চোখ বন্ধ করে রাখার অসংখ্য উদাহরণ আছে।Конечно, есть множество примеров того, как полиция закрывает глаза на насилие, совершаемое сторонниками режима.
10তাছাড়াও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করতে দেখা সম্পর্কে প্রচুর প্রমাণ আছে।Есть также множество свидетельств того, что бандиты действуют совместно с полицией.
11অনেক সময় বলা কঠিন মাস্তানরা অসামরিক ব্যক্তি নাকি মুফতি [অসামরিক পোষাক] পরিহিত নিরাপত্তা কর্মকর্তা।Иногда трудно сказать, кто является бандитом, а кто мирным гражданином или сотрудником службы безопасности в штатском.
12তবে আজ ২৪ সুপারমার্কেট আক্রমণের এই সিসিটিভি ফুটেজ এসেছে।Сегодня появились записи с камер видеонаблюдения супермаркета.
13এতে মাস্তানদের দোকানটি ভেঙ্গে লুট করতে দেখতে পাওয়া ছাড়াও ঘটনা ঘটার সময় পুলিশকে অলসভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখা যাচ্ছে।Можно увидеть не только бандитов, ворвавшихся и грабящих магазин, но также и полицейских, лениво наблюдающих за происходящим.
14এখানেই শেষ নয়, ৫টা ১৫মিনিটে ফ্লুরেসেন্ট বিব পরিহিত একজন নিরাপত্তা কর্মকর্তাকে একটি জানালা ভাঙ্গতে দেখা যাচ্ছে।Один из сотрудников службы безопасности в жилете с люминесцентными полосками, бросает что-то в витрину (5:15).
15৪টা ৫০মিনিটে অন্য একজন কর্মকর্তাকে নিজে নিজেই এক বোতল পানি খেতে দেখা যাচ্ছে।На другом кадре (4:50) видно, как офицер уносит с собой бутылку воды.
16তৃষ্ণা কর্মটি করার সময় স্পষ্টতই অপরাধ উপেক্ষা করতে দেখা যাচ্ছে।Преступление, совершенное мучимым жаждой, отчетливо игнорируется.
17নিচের ছয় মিনিটের ভিডিওটিতে আক্রমণটি দেখাচ্ছে:На 6-минутном видео можно увидеть атаки:
18জাওয়াদ বিজনেস গ্রুপের একজন বোর্ড সদস্য আমির জাওয়াদ ১০ই এপ্রিলের ঘটনাটিকে একটি পরিকল্পিত ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবে বর্ণনা করেছেন; এছাড়াও তিনি জনতাকে কোম্পানির সদর দপ্তরের বাইরে ঘোরাফেরা করা সম্পর্কেও জানিয়েছেন।Амир Джавад, член правления бизнес-группы “Джавад”, назвал [анг] событие 10 апреля частью систематических атак. Он сообщил, что группы людей были замечены и у главного офиса компании.
19আক্রমণের সাথে জড়িত পুলিশ।Полицейский участвовал в нападении.
20ছবি পাঠিয়েছেন টুইটার ব্যবহারকারী @লর্ড২০০০৩।Фотография размещена в Twitter пользователем @lord20003.
21আল ওয়াসাত সংবাদপত্র [আরবী] অনুসারে জাওয়াদ দোকানগুলো ৫৪ বার আক্রান্ত হয়েছে।Согласно данным газеты Аль-Васат [араб], магазины “Джавад” были атакованы 54 раза.
22জাওয়াদ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সমস্ত আক্রমণগুলো নথিবদ্ধ করতে @জাওয়াদ_স্টর্ম নামের একটি টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে।Twitter-аккаунт @Jawad_storm начал документировать все нападения на бизнес-группу.
23এখানে কয়েকটি টুইট রয়েছে:Вот некоторые из сообщений:
24@জাওয়াদ_স্টর্ম: পার্ল গোলচক্করে প্রথম হামলার পর পর থেকে জাওয়াদ দোকানগুলোর উপর আক্রমণ শুরু হয়।@Jawad_storm: Нападения на магазины “Джавад” начались после первой атаки на Жемчужной площади.
25দোকানগুলো তছনছ করে গুঁড়িয়ে দেয়া হয় এবং কোম্পানিটিকে হুমকি প্রদান এবং বর্জন ইত্যাদি করা হয়।Магазины были разрушены, уничтожены; компании угрожали и объявили бойкот.
26@জাওয়াদ_স্টর্ম: কোম্পানীটিকে লক্ষ্যবস্তুতে পরিণত এবং কয়েকটি দোকানে জীবন্ত গোলা-বারুদ দিয়ে আক্রমণ করা হয়েছে।@Jawad_storm: На компанию нападали целенаправленно, на некоторые магазины были совершены нападения с использованием оружия с боевыми патронами.
27#غزوة_جواد (“জাওয়াদ আক্রমণ”) হ্যাশট্যাগে আক্রমণ সম্পর্কে আরও কয়েকটি টুইট পাওয়া যায়।Множество твитов о нападениях можно найти с помощью хэштега #غزوة_جواد (нападение на “Джавад”).
28এই দেওয়াল লিখনটি জাওয়াদ ব্যবসা প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে প্রচারণার প্রমাণ:Надписи на стенах свидетельствует о кампании против группы “Джавад”:
29সাখির এলাকায় দেওয়াল লিখন: ‘২৪ ঘন্টা' দোকানগুলো থেকে কেনা-কাটা করা প্রতিটি সুন্নি বিশ্বাসঘাতকের প্রতি লজ্জা।Граффити в области Сакхир: Позор каждому сунниту-предателю, который покупает в магазинах "24 часа".
30ছবি পাঠিয়েছেন টুইটার ব্যবহারকারী @জাওয়াদ_স্টর্ম।Изображение разместил в Twitter пользователь @jawad_storm.
31একজন জাওয়াদ সমর্থক একটি সাইনবোর্ড দেখাচ্ছে:Сторонник “Джавад” показывает плакат с надписью:
32জাওয়াদ কোম্পানীর প্রতি সংহতি জানিয়ে তাদের একটি দোকানের সামনে একটি সাইনবোর্ড সঙ্গে নিয়ে একজন বাহরাইনী।Бахрейнец показывает плакат в солидарность с компанией Джавад перед одним из магазинов.
33ছবি পাঠিয়েছেন টুইটার ব্যবহারকারী @সাদাদ_৯মুদ।Изображение разместил в Twitter пользователь @Sadad_9mooD.
34অন্যান্যরা শাসকগোষ্ঠীর সাথে পরিহাস করার জন্যে ঘটনাটিকে কৌতুকের সাথে গ্রহণ করেছেন।Некоторые смотрят на инцидент с юмором, насмехаясь таким образом над режимом.
35এই ভিডিওটিতে বাহারণা নাটক নামে পরিচয় দেয়া অন্য একদল তরুণ বাহরাইনী আরেকটি আক্রমণ পরিচালনা করেছে:На видео ниже группа молодых бахрейнцев, называющих себя Baharna Drama, совершают еще одно нападение: