Sentence alignment for gv-ben-20150605-49085.xml (html) - gv-rus-20150608-38339.xml (html)

#benrus
1আস্থাযোগ্য সহনশীলতা এবং জাতিগত বৈচিত্রের প্রচারে মিয়ানমারে সেলফি প্রচারাভিযানКампания сэлфи в поддержку религиозной и этнической толерантности в Мьянме
2#আমারবন্ধু প্রচারাভিযানের ফেসবুক পাতা থেকে নেওয়া ছবি।Фото со страницы кампании #myfriend [#мойдруг] в Facebook.
3মিয়ানমারে সৃষ্ট ক্রমবর্ধমান ঘৃণা, বৈষম্য এবং সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে সহিষ্ণুতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রচারের উদ্দেশে সে দেশে একটি সেলফি প্রচারণা শুরু হয়েছে।
4ফেসবুক প্রচারণাটি দেশটির সবচেয়ে বড় শহর ইয়াংগুন থেকে কিছু যুবকের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।Молодые люди из Янгона (самого большого города в стране) организовали кампанию в Facebook.
5প্রচারাভিযানটি গত এপ্রিলে উদ্বোধন করা হয়। যাদের ভিন্ন জাতিগোষ্ঠীর বা ধর্মের বন্ধু রয়েছে, তাদের সঙ্গে সেলফি তোলার জন্য আহ্বান জানিয়ে প্রচারাভিযানটি শুরু হয়েছে।Началась [анг] она в прошлом апреле с просьбы к пользователям присылать фотографии, где они изображены вместе с друзьями иной этнической группы или веры.
6প্রচারণাটি #আমারবন্ধু এবং #বন্ধুত্বের_কোন_সীমানা_নাই হ্যাশট্যাগ ব্যবহার করছে।Кампания прошла под хэштэгами #myfriend [мойдруг] и #friendship_has_no_boundaries [дружба_без_границ].
7২০১২ সাল থেকে কেন্দ্রীয় মিয়ানমার, পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের কিছু বৌদ্ধ এবং সংখ্যালঘু মুসলমানদের মধ্যে অবিরাম সংঘর্ষ চলছে।С 2012 года начали возникать стычки [анг] между буддистами и мусульманами (мусульмане оказались в меньшинстве [анг]).
8এসব স্থানের মধ্যে কেন্দ্রীয় মিয়ানমারের মেইখটিলা অঞ্চলও রয়েছে।
9সেখানে বৌদ্ধ ও মুসলমান উভয় সম্প্রদায়ের ঘর পুড়িয়ে দেওয়া হয় এবং এর ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। সবচেয়ে গুরুতর সাম্প্রদায়িক সহিংসতা সংঘটিত হয় ২০১২ সালের অক্টোবর মাসে পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে।Стычки происходили в центральной, западной и северной [анг] областях Мьянмы, в том числе и в Мейтхиле, в центральной [анг] части Мьянмы, где были сожжены [анг] дома как буддистов, так и мусульман.
10সেখানকার রোহিঙ্গা মুসলমানরা সিত্তে শহরের কাছে শরণার্থী শিবিরে বসবাস করছে।В результате этого тысячи людей оказались на улице.
11মিয়ানমার সরকার রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে। একই সময়ে মিয়ানমারের সামাজিক মিডিয়ায় অনলাইনে ঘৃণাত্মক কথন এবং হয়রানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।Апогея межобщинные стычки достигли в октябре 2012 года в штате Ракхайн [анг] на западе Мьянмы, где в лагере для беженцев вблизи города Ситуэ жили мусульмане рохинджа.
12এর ফলে একটি অসহিষ্ণুতা এবং বর্ণবাদের পরিবেশ তৈরি হয়েছে।Правительство Мьянмы считает, что рохинджа являются нелегальными иммигранты.
13মিয়ানমারে মানুষ, বিশেষ করে তরুণ সম্প্রদায়ের সবাই যে সম্মান এবং বন্ধুত্ব প্রদর্শনের মাধ্যমে ঘৃণার এই অসুস্থ পরিবেশের পরিসমাপ্তি ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ তাঁর প্রমাণ দিতে #আমারবন্ধু প্রচারণা থেকে কিছু ছবি নীচে দেওয়া হলঃОдновременно с этим в социальных сетях Мьянмы распространялись ругательства [анг] и притеснения, создавая атмосферу нетерпимости и расизма. Ниже приведены несколько фотографий из кампании #MyFriend [МойДруг], которые доказывают, что люди в Мьянме, особенно молодёжь, готовы покончить с ненавистью, демонстрируя уважение и дружелюбие.
14হান শেঠ লু নামের একজন মুসলিম তার বৌদ্ধ বন্ধুর সঙ্গে একটি ছবি আপলোড করেছেন:Буддист Хан Сет Лу загрузил фото со своей подругой-мусульманкой:
15আমি একজন বৌদ্ধ এবং আমার বন্ধু একজন মুসলমান।Я буддист, а мой друг - мусульманской веры.
16আমি ছেলে আর সে মেয়ে।Я парень, а она - девушка.
17আমরা ভিন্ন ধরণের কিন্তু আমরা একে অপরকে মেনে নিয়েছি।Мы разные, но мы подходим друг другу.
18জীবন স্থায়ী নয়, এই মুহূর্তে নিজেকে উপভোগ কর।Жизнь не бесконечна, примите друга друга такими, какие вы есть прямо сейчас.
19কারণ বন্ধুত্বের কোন সীমানা নাই #আমারবন্ধু #বন্ধুত্বের_কোন_সীমানা_নাই - মে খিনের সঙ্গে শান্তির খোঁজেПотому что у дружбы нет границ. #MyFriend [МойДруг] #Friendship_has_no_boundaries [Дружба_без_границ] - в поисках мира вместе с Мэй Хин.
20রডি দীন নামের একজন খ্রিস্টান থাইল্যান্ড থেকে তার বৌদ্ধ বন্ধুর সাথে একটি ছবি শেয়ার করেছেন:“Я (христианин,Китай_Мьянма) и моя подруга (буддистка, Таиланд)”
21“আমি [খৃষ্টান/ছিন_মিয়ানমার] এবং আমার বন্ধু [বৌদ্ধ/ থাই]”Мусульманка Су Яданар Мьинт гордится своей дружбой с сикхом:
22সে একজন শিখ এবং আমি একজন মুসলমান।Он сикх, а я мусульманка.
23আমরা বন্ধু।Но мы друзья.
24যদিও আমাদের মধ্যে অনেক বৈচিত্র্য আছে, আমরা আমাদের নিজস্ব মতামত এবং বিশ্বাস শেয়ার করি, আমরা আমাদের বিভিন্ন পরিচয়কে গ্রহণ করি ও সম্মান জানাই।И хотя мы не похожи, мы обмениваемся друг с другом мнениями и убеждениями, мы принимаем и уважаем наши особенности.
25#আমারবন্ধু #বন্ধুত্বের_কোন_সীমানা_নাই - মে খিনের সঙ্গে শান্তির খোঁজে#Myfriend [Мойдруг] #Friendship_has_no_boundaries [Дружба_без_границ]