Sentence alignment for gv-ben-20140304-42027.xml (html) - gv-rus-20140227-28261.xml (html)

#benrus
1ঈর্ষা এবং আতঙ্কের সঙ্গে ইউক্রেনকে পর্যবেক্ষণ করছে ইরানИран смотрит на Украину с завистью и тревогой
2ইরানের ফারদা নিউজের বর্ণনায় ইউক্রেনের বিক্ষোভ।Из репортажа о протестах на Украине иранского издания Farda News.
3ইউক্রেনে প্রতিবাদ এবং কিয়েভের ক্ষমতার পরিবর্তনের দৃশ্যপট ছিল ইরানের গণ মাধ্যমের প্রবল আগ্রহের বিষয়।О протестах на Украине [анг] и смене власти в Киеве иранские СМИ писали с энтузиазмом.
4ইরানি কর্মকর্তারা যখন এটিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নেতৃত্বে একটি পশ্চিমা চক্রান্ত হিসেবে দেখছেন, তখন ​​ইরানের জনগণ এক সময় তাদের নিজেদের শাসকদের বিরুদ্ধে গড়ে তোলা ব্যাপক বিক্ষোভের কথা স্মরণ করেছেন। তাদের গড়ে তোলা বিপ্লবটিকে ব্যর্থ করে দেওয়া হয়।В то время как иранские чиновники видят в организаторах США и Европу, иранцам, когда-то проводившим массовые протесты против режима в своей стране, ситуация напомнила об идее революции, приходившей им в голову.
5ইরানের আইন মন্ত্রী বলেছেন, ইউক্রেনকে ইরানের সাথে তুলনা করা যাবে না। কিন্তু, অনেক ইরানী ইউক্রেনের প্রেক্ষাপটকে ২০০৯ সালের ইরানি রাষ্ট্রপতি নির্বাচনের পরে সবুজ আন্দোলন বিক্ষোভের সমান্তরালে টেনে এনেছেন।Министр юстиции Ирана сказал [анг], что Украину с Ираном сравнить невозможно, но многие иранцы проводят параллели между протестами “Зелёного движения” после президентских выборов 2009 года [анг].
6ইরানী ব্লগার আবগোস্ট [ফার্সী ভাষায়] লিখেছেন, ইরানীরা যেখানে ব্যর্থ, ইউক্রেনের (ও তিউনিশিয়ার) জনগণ সেটি করতে সক্ষম হওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছেঃИранский блогер Abgosht пишет [перс], что есть несколько причин, по которым Украина (и Тунис) смогли сделать то, что не смогли иранцы:
7সংক্ষিপ্ত এবং অর্থবহ উত্তর হচ্ছে, ইউক্রেন ও তিউনিশিয়ার [বিরোধী] আন্দোলনের নেতাদের উদ্দেশ্য ছিল গণতন্ত্র। সেখানে, ইরানের নেতারা বর্তমান শাসনের [প্রতিষ্ঠার] কাঠামো বজায় রাখতেন… তাদের মানুষ বিশ্বাসঘাতক নয়, তাদের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ভাল মানুষ।Краткий и полезный ответ - красной чертой для лидеров [оппозиционного] движения Украины и Туниса была демократия, в то время как для иранские поддерживали бы [установление] на базе правящего режима… их люди не предатели, их полиция и секретные службы - хорошие люди, наши - бандиты; те отдают приоритет национальным интересам, эти - своим собственным.
8কিন্তু আমাদের দেশের সবাই ঠগ, যারা ব্যক্তি স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে বেশী অগ্রাধিকার দেয়।
9ইরানের সামরিক বাহিনীর প্রধান হাসান ফিরুজাবাদিকে ব্যঙ্গ করে টুইটারে সারাহ বলেছেন, “ইউক্রেনের বিপ্লব স্বাধীনতা থেকে নির্ভরতা দিকে পলায়নপর।”Пользователь Твиттера Sarah высмеяла главу военных сил Ирана Хасана Фирузабади, который сказал, что “Украинская революция была спасением от независимости для зависимости”.
10তিনি ইরানী লেখক ইব্রাহিম নববীকে উদ্ধৃত করে [ফার্সী ভাষায়] টুইট করেছেন:В своём твите [перс] она цитирует иранского писателя Ибрахима Набави:
11আমি জানিনা কেন, ইরানী কর্মকর্তারা ইউক্রেন, ফিলিস্তিন, ইরাক ও লেবাননের নাগরিকদের চেয়ে দেশের স্বাধীনতার জন্য বেশী উদ্বিগ্ন।Я не знаю, почему иранские чиновники больше чем граждане Украины, Палестины, Ирака и Ливана беспокоятся о независимости этих стран.
12রক্ষণশীল ইরানি সংবাদপত্র ক্যাহান থেকে শিরোনাম উদ্ধৃত করে মুক্ত গণতান্ত্রিক ইরান টুইট করেছে:“Ибрагим Набави”. Free Democratic Iran опубликовал твит [анг], процитировав заголовок ультра-консервативной иранской газеты “Кайхан”:
13ওহ, ক্যাহান লিখেছে: “অরেঞ্জ বাহিনী মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ইউক্রেনের ক্ষমতা আবারও গ্রহণ করছে”!вау, Кайхан в улёте: “Оранжевые силы вновь захватили власть с помощью США и ЕС”!
14[ফার্সী ভাষায়][перс]
15@_কাফে বিদ্রূপের সঙ্গে টুইট করেছেন:@_Cafe пишет [перс] с иронией:
16আমরা ইউক্রেনের চেয়ে এগিয়ে।Мы впереди Украины.
17এই কারনে ইন্টারনেটে এই কয়েকটি শব্দ লিখতে পাড়ার জন্য আমার ফিল্টারিং বিরোধী সফ্টওয়্যার প্রয়োজন।Вот почему мне нужно антифильтрационное программное обеспечение, чтобы написать в интернет эти несколько слов.
18নিমা আকবরপুর [ফার্সী ভাষায়] টুইট করেছেন:Nima Akbarpour твитнул [перс]:
19ইউক্রেন এর পরিস্থিতি আমাকে জাপাতা চলচ্চিত্রের কথা মনে করিয়ে দেয়, যেখানে বিপ্লবীরা ক্ষমতা দখল করে এবং তারপর তাঁরা একই পথ অনুসরণ করে।Ситуация на Украине напоминает мне о фильме о Сапате, где революционеры захватили власть и продолжили таким же путём.