# | ben | rus |
---|
1 | কেরালার সৌর ক্ষেত্র এবং সরকার প্রতারণার মামলায় জড়িয়ে পড়েছে | Правительство индийского “солнечного сектора” Керала обвиняется во взятках |
2 | | Когда в индийском штате Керала недавно составили план политики перехода на солнечную энергию [здесь и далее все ссылки ведут на англоязычные источники], сосредоточенный на индивидуальных солнечных установках, предполагалось, что это принесет хорошие новости в штат, где остро не хватает энергии. |
3 | ভারতের কেরালা রাজ্যে সম্প্রতি একটি সৌর শক্তি নীতির খসড়া করা হয়েছে। তাই ধরে নেওয়া হয়েছে এটি জ্বালানী শক্তি উপবাসী রাজ্যটিতে কিছু সুখবর বয়ে নিয়ে আসবে। | Но вскоре после этого рынок солнечной энергии в Керала был запятнан случаем мошенничества, в котором были замешаны должностные лица. |
4 | খসড়া নীতিটি ব্যক্তিমালিকানাধীন সৌর যন্ত্রাদি স্থাপনকে কেন্দ্র করে করা হয়েছে। | В начале июня 2013 года Сарита С. |
5 | কিন্তু স্বল্প সময় পরেই, একটি সুদূরপ্রসারী প্রতারণা মামলায় সরকারী কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগের বিতর্কে কেরালায় অঙ্কুরিত সৌর শক্তির বাজারটি আপনা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে। | |
6 | সারিথা এবং তার প্রেমিক বিজু রাধাকৃষ্ণ ভারতের বিভিন্ন স্থানে সৌর শক্তি ক্ষেত্র এবং বায়ু কল খামারে অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে সেখানকার জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ রুপি হাতিয়ে নেয়। | Нэр из Ваттапара, Чеганнур, и её друг Бижу Радхакришнан были арестованы за то, что незаконно присвоили миллионы рупий, принадлежащих людям, которым пообещали инвестиции в солнечные поля и ветряные мельницы в разных регионах Индии. |
7 | এ অভিযোগে ২০১৩ সালে জুনের শুরুতে ভাত্তাপাড়ার সারিথা এস নায়ের এবং তার প্রেমিক বিজু রাধাকৃষ্ণকে গ্রেপ্তার করা হয়। এই জুটির বক্তব্য অনুযায়ী সৌর ও বায়ু খামারগুলোতে শক্তি উৎপন্ন হবে, যা দ্রুত মুনাফা আয়ের জন্য জ্বালানি শক্তি উপবাসী তামিল নাড়ুতে বিক্রয় করা হবে। | По словам молодых людей, солнечные поля и ветряные мельницы будут вырабатывать энергию, которая будет продаваться страдающему от нехватки энергии Тамиль Наду и тут же давать прибыль. |
8 | জুটিটি এই স্কীমটিতে অর্থ প্রদানে জোরপূর্বক লোকজনকে প্রলোভিত করতে তাঁদের প্রতিশ্রুতি দেয় যে ক্ষতিগ্রস্তরা ব্যবসাটির মালিকানার অংশীদার হবে এবং ফলস্বরূপ অভাবনীয় লাভ পাবে। | Пара незаконно завлекла людей в эту схему, используя обещание, что жертвы станут совладельцами бизнеса и быстро получат прибыль. |
9 | কোচি শহরের চিত্তর রোডে নায়ের এবং রাধাকৃষ্ণ “টীম সোলার রিনিউয়েবল এনার্জি সল্যুশনস” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতেন। | Нэр и Радхакришнан основали фирму под названием Team Solar Renewable Energy Solutions на улице Читур в Кочи. |
10 | তাঁদেরকে গ্রেপ্তারের পর, ভাত্তাপাড়া ও রাধাকৃষ্ণের সাথে, কেরালার মুখ্যমন্ত্রী উম্মেন চান্ডির কয়েকজন ব্যক্তিগত সহকারীরসম্পৃক্ততা প্রতিবেদন আকারে প্রকাশিত হওয়ার পর তাদেরকে চাকরিচ্যুত করার কারণে রাজ্য সরকার কলঙ্কিত হয়। | После их ареста скандал затронул правительство штата, поскольку было уволено некоторое количество личных ассистентов премьер-министра Керала Омена Чанди из-за их относительной близости к Ваттапара и Радхакришнану. |
11 | মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, তিনি নিজে রাধাকৃষ্ণের সাথে যোগাযোগ করেছিলেন। | Премьер-министр признал, что он сам контактировал с Радхакришнаном. |
12 | কিন্তু বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করা সত্ত্বেও তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। | Но он отказался уйти в отставку, несмотря на протесты оппозиции. |
13 | প্রযুক্তি ব্লগ গিগা ওমে উসিলিয়া ওয়াং স্কীমটি নিয়ে গবেষণা করেছেনঃ | Усилия Ванг описывает схему на Tech blog Giga Om: |
14 | ব্রোউহাহার কেন্দ্রস্থলে অভিযুক্ত দুই জালিয়াত বিজু রাধাকৃষ্ণ ও সারিথা এস নায়ের সস্তায় সৌর প্যানেল স্থাপনের প্রতিশ্রুতির দিতে ডাক্তারদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। | В центре есть два преступника, Бижу Радхакришнан и Сарита С. Нэр, которые обманывали врачей обещаниями дешево установить солнечные батареи. |
15 | এরপর তাঁরা টাকা নেয়, তাঁদের ফোন বন্ধ রাখে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। | Они взяли деньги, отключили телефоны и попытались скрыться. |
16 | পুলিশ উভয়কে গ্রেপ্তার করেছে। | Полиция арестовала обоих. |
17 | কেরালার কিছু সরকারি কর্মকর্তাকে এই দুইজনকে সাহায্য করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। | Некоторые официальные лица штата Керала были обвинены в помощи этим двоим. |
18 | তামিল নাড়ুর আউরোভিলে সাধনা ফরেস্ট কমিউনিটিতে সৌর প্যানেল। | Солнечные панели в лесной общине Садхана, Ауровиль, Тамиль Наду. |
19 | ফ্লিকারে তোলা ছবিটি নিয়েছেন প্রিমাসেগার রোজ। | Изображение с Flickr пользователя Premasagar Rose. |
20 | সিসি বাই-এনসি ২. | CC BY-NC 2.0 |
21 | ০ একটি সংবাদ প্রতিবেদন থেকে ব্লগার নিখিল নারায়ন (@নিখিলনারায়ন) শেয়ার করেছেন যে, চক্রটি বেশ বড়ঃ | Блогер Никиль Нарайанан (@nikhilnarayanan) поделился отчетом о том, что преступное кольцо является большим: |
22 | @নিখিলনারায়নঃ সৌর প্রতারণা মামলার সাথে জড়িত টেলিভিশন ধারাবাহিকের অভিনেত্রী শালু মেনন, @উম্মেন_চান্ডির ছেলে ও তাঁর ভাইয়ের ছেলে, উভয়ের বন্ধু - http://www.deshabhimani.com/newscontent.php?id=313982 … | @nikhilnarayanan: Шалу Менон, актриса, снимающаяся в сериалах, и связанная со скандалом солнечных батарей, - друг сына и племянница @oommen_chandy - http://www.deshabhimani.com/newscontent.php?id=313982 … |
23 | সুপারফ্যাটম্যান (@জিওফিরাজ) লিখেছেনঃ | Superfatman (@geophyraj) написал |
24 | @জিওফিরাজঃ কেরালা সরকার একজন রাজ্য সরকারের কর্মচারিকে বরখাস্ত করেছে, কারন তিনি সৌর প্যানেল নিয়ে সরকারের প্রতারণার একটি খবরের লিংক শেয়ার করেছেন। | @geophyraj: правительство Кералы обвиняет сотрудника правительство штата Керала в том, что он поделился ссылкой на новости о мошенничестве, связанном с солнечными панелями. |
25 | কেরালা কি তবে এখন চীনে ? | Керала находится в Китае? |
26 | সুপারফ্যাটম্যান এখানে উল্লেখ করেছেন যে, ২০১৩ সালে ব্যাপক প্রতারণার কারণে চীনের সরকার সৌর খামারে জন্য এর ভর্তুকি স্কীম বাতিল করতে শপথ করে। | Superfatman ссылается на то, что китайское правительство проголосовало за отмену схемы субсидирования солнечных ферм в 2013 году из-за злоупотреблений. |
27 | যেহেতু সরবরাহ উৎসগুলো দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং বর্তমান উৎপাদন লক্ষ্যমাত্রার নিচে নেমে যাচ্ছে, সেহেতু কেরালার জ্বালানি শক্তি পরিস্থিতি ভয়ানক হতে চলেছে। | По мере того, как источники энергии истощаются и существующее производство сведено к минимуму, энергетическая ситуация в Керале кажется довольно мрачной. |
28 | বিরোধীদলীয় নেতা ভিএস আকুথানন্দন এ কথা স্বীকার করেছেন এবং সৌর প্রতারনা মামলাটি হওয়া সত্ত্বেও তিনি বলেছেন, “বিষয়টি এমন যে একটি রাজ্য, যেখানে জ্বালানী সংকট এতো প্রকট হতে চলেছে, সেখানে সৌর শক্তির ব্যাপক সম্ভাবনা রয়েছে''। | Лидер оппозиции ВС Ачутанандан объявил об этом и сказал, что, несмотря на случай мошенничества, связанный с солнечными батареями, “остается тот факт, что солнечная энергия обладает огромным потенциалом в штате, где бушует энергетический кризис”. |
29 | এই প্রতারণা মামলা থেকে কী শিক্ষা নেওয়া উচিৎ তা সম্পর্কে উসিলিয়া ওয়াং প্রস্তাব করেছেনঃ | Усилия Ванг предполагает, что из этого случая мошенничества нужно извлечь урок: |
30 | পরিচ্ছন্ন জ্বালানী শক্তির ব্যবহার বাড়াতে, সৌর স্থাপনাতে ভর্তুকি প্রদান একটি গুরুত্বপূর্ণ পথ দেখিয়ে দিবে। | Как нам показали, субсидирование установки солнечных батарей - это важный шаг для продвижения использования чистой энергии. |
31 | ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানে সৌর বাজারের বিস্তার যার প্রমাণ দেয়। | Рост солнечных рынков в Европе, США и Японии доказывает это. |
32 | কিন্তু এসকল বিনিয়োগের ক্ষেত্রে স্থাপনাকারিদের নিয়ন্ত্রণ করতে এবং গ্রাহকদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে নীতিমালা থাকতে হবে। | Но эти инвестиции должны поступать по правилам, контролирующим тех, кто устанавливает батареи, и защищающим потребителей от мошенничества. |