# | ben | rus |
---|
1 | হাইতিতে গ্লোবাল ভয়েসেস: আমাদের দল ভূমিকম্প এলাকায় পৌঁছেছে | Global Voices в Гаити: Наша команда на месте событий |
2 | ১২ জানুয়ারিতে যে ভূমিকম্প হাইতিতে আঘাত হানে তা দক্ষিণ হাইতিকে ধ্বংসস্তূপে পরিণত করে। গ্লোবাল ভয়েসেসের সম্পাদক ও লেখকের একটা ছোট্ট দল সেখানে গিয়ে উদ্ধারকার্য, ত্রাণ এবং পুনর্বাসন প্রচেষ্টার বিস্তারিত সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছে। | После землетрясения 12 января [анг], разрушившего южную часть Гаити, Global Voices собрал небольшую группу редакторов и авторов, чтобы обеспечить подробное освещение событий по спасению, оказанию помощи и восстановлению. |
3 | আমাদের অন্যতম যে সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছে তা হল হইতিতে খুব স্বল্প পরিসরে নাগরিক প্রচার মাধ্যমের (সিটিজেন মিডিয়ার) উপস্থিতি। | Одной из наших проблем является относительно небольшой масштаб гражданских СМИ в Гаити. |
4 | হাইতিতে বর্তমানে বেশ অল্পসংখ্যক নাগরিক সংবাদ প্রচার বা মতামত প্রদানের জন্য অনলাইন মাধ্যম ব্যবহার করে থাকে। | Очень немногие из гаитян в настоящее время используют онлайн инструменты для того, чтобы делиться новостями и мнениями публично. |
5 | গত দুই সপ্তাহে গ্লোবাল ভয়েসেস প্রচণ্ড ভাবে চেষ্টা করেছে যাতে সামাজিক প্রচার মাধ্যম (সোশাল মিডিয়া) ব্যবহারকারী কিছু নিয়মিত ব্লগার এবং টুইটারকারীর কাছে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা ঠিকমতো থাকে। | В течение последних двух недель Global Voices в значительной степени опирались на потоки социальных СМИ горстки блогеров и регулярно пишущих на Твиттере людей, которые имеют доступ к электроэнергии и подключению к интернету. |
6 | আমরা এই সংবাদ সেখানে অবস্থান করা বিদেশ সাহায্যকর্মী এবং এনজিও কর্মীদের বিভিন্ন ব্লগ ও টুইটাররের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করেছি। | Мы дополняли наш репортаж информацией из блогов и Твиттера гуманитарных работников из за рубежа, и НПО на местах. |
7 | আমরা গ্লোবাল ভয়েসেসের বাসিন্দারা বিশ্বাস করি হাইতিবাসীদের ত্রাণ ও পুনর্নির্মাণের দৃষ্টিভঙ্গিকে বিবর্ধিত করা প্রয়োজন। | Мы, на Global Voices, считаем, что существует острая необходимость в распространении мнения гаитян по поводу оказания чрезвычайной помощи и восстановительных работ. |
8 | এটি বাড়ানোর অন্যতম এক গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সেখানে স্থানীয়ভাবে নাগরিক প্রচার মাধ্যমের কার্যক্রমকে বাড়ানো। | Один из способов сделать это заключается в развитии деятельности гражданских СМИ на месте. |
9 | এর ফলে আরো বেশি সংবাদ এবং মন্তব্য তৈরি করা সম্ভব হবে, যার মধ্যে দিয়ে সামনের মাসগুলোতে কার্যকর সচেতনতা, কৌতূহল, কথোপকথন এবং সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। | Это позволило бы сделать обмен информацией и мнениями более доступным, что может положительно повлияет на осведомленность, интерес, освещение событий и принятие решений в ближайшие месяцы. |
10 | এ কারণে, নাগরিক প্রচার মাধ্যমে সংবাদ প্রকাশে সাহায্য করার জন্য হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে গ্লোবাল ভয়েসেস দুই ব্যক্তির একটি দল পাঠিয়েছে। | С целью содействия освещению ситуации в гражданских средствах массовой информации Global Voices направили команду из двух человек в Порт-о-Пренс. |
11 | এর একজন হচ্ছেন গ্লোবাল ভয়েসেস-এর ম্যানেজিং ডিরেক্টর বা কার্যনির্বাহী পরিচালক জর্জিয়া পপলওয়েল, অপরজন হচ্ছেন ফরাসীভাষী পাতা বা ফ্রাঙ্কোফনির সম্পাদিকা এলিস বেকার। উভয়ে তাদের ব্যক্তিগত ব্লগ ও টুইটার একাউন্টের মাধ্যমে নিয়মিত তাজা সংবাদ প্রদান করে যাচ্ছেন: জর্জিয়া, ক্যারিবিয়ান ফ্রি রেডিও ও @জর্জিয়াপ-এ, এবং এলিস, কিসকেয়াসিটি ও @কিসকেয়াসিটিতে। | Директор Global Voices Джорджия Попплевелл и бывший глава французского издания Алис Бакер провели там шесть дней, оценивая ситуацию на местах, устанавливая контакты с гаитянами, используя инструменты гражданских СМИ и выявляя тех, кто сможет принять участие и обогатить “онлайн разговор”, если ему будут предоставлены соответствующие ресурсы. |
12 | এছাড়াও জর্জিয়া তার ফ্লিকার পাতায় ছবি পোস্ট করে যাচ্ছেন এবং গ্লোবাল ভয়েসেসের সংবাদ প্রদানের মাধ্যমে অনলাইনে চলমান কথোপকথনের ক্ষেত্রে আমরা তাদের নিজেদের পাঠানো তথ্য ব্যবহার করব। | Обе регулярно размещали информацию в своих личных блогах и на Твиттере: Джорджия на Caribbean Free Radio и @georgiap, Алис на Kiskeácity и @kiskeacity. |
13 | হাইতিতে যাবার কিছুদিন আগে তার ব্লগে লেখার সময় জর্জিয়া ব্যাখ্যা করেন: | Джорджия также делится фотографиями на своей странице на Flickr. |
14 | আমি সন্দেহ করছি যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে- এবং ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়ায় যে ভাবে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়েছে- তাতে হাইতির ভূমিকম্প প্রধান প্রধান প্রচার মাধ্যমের পাতা থেকে সহজেই হারিয়ে যাবে না, যে ভাবে অন্য কাহিনীগুলো হারিয়ে গেছে। | Мы будем использовать их рапортажи из первых рук для более подробного освящения событий в Гаити на Global Voices Написав на своем блоге за несколько дней до отъезда на Гаити [анг], Джорджия объяснила: |
15 | তবে এখানে ভিন্ন ধরনের এক সংবাদ প্রতিবেদন প্রকাশ করার মত ঘটনা ঘটবে এবং একজনও প্রয়োজনীয় স্থানীয় ঘটনাগুলোর কথা উল্লেখ করবে না। আমাদের আরেকটি লক্ষ্য হচ্ছে স্থানীয় কণ্ঠস্বরকে গুরুত্ব প্রদান করা। | Я подозреваю, что с учетом масштабов ущерба и величины участия США в помощи и восстановительных работах - землетрясение Гаити не исчезнет со страниц крупных СМИ, как это происходило в случае с другими стихийными бедствиями. |
16 | এই ভূমিকম্পে যে সমস্ত সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের স্বরের মিশ্রণ এবং কথা বলার সুযোগ প্রদান বাড়ানের লক্ষ্য তা করা হবে, যাতে ভূমিকম্পে যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বক্তব্য শোনা যায় এবং যারা পুনর্বাসন কর্মকাণ্ডের সাথে জড়িত ও সেই পরিস্থিতির উপর সংবাদ পাঠাচ্ছে তাদের কথা উপলব্ধি করা যায়- এই কর্মকাণ্ডে এমন একটি দল কাজ করে যাচ্ছে যারা, মধ্য হাইতির বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রচার মাধ্যমের কিছু ব্যক্তি এবং একই সাথে এর সাথে আন্তর্জাতিক সংস্থার লোকজন অন্তর্ভুক্ত রয়েছে। | Однако это будет другое освещение событий - такое, в котором не обязательно будет обращаться внимание на точку зрения местных жителей. Другой нашей главной целью является привлечение внимания к необходимости присутствия местных голосов и повышения шансов для пострадавших от землетрясения быть услышанными и понятыми теми, кто работает и делает репортажи по восстановлению страны - группа, куда входят гаитянские институты и СМИ, а также международные учреждения. |
17 | আমরা আশা করি না যে কাজটি সহজ হবে। হাইতি একটি জটিল এলাকা এবং এই ভূমিকম্পে দেশটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। | Мы не ожидаем, что сделать это будет легко, потому что Гаити является непростым местом и нанесенный стране ущерб был критическим. |
18 | গ্লোবাল ভয়েসেস হাইতিতে যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে তা আমাদের সাধারণ সমর্থকদের দানের অর্থ ও ইন্টারনিউজের প্রদান করা মানবিক তথ্য মঞ্জুরীর মাধ্যমে করা হচ্ছে। | Работа Global Voices в Гаити проводится при поддержке наших постоянных доноров и гранда по гуманитарной информации от “Интерньюс“. |
19 | দয়া করে হাইতির ভূমিকম্পের উপর আরো সংবাদ জানার জন্য গ্লোবাল ভয়েসেসের বিশেষ কাভারেজ পাতা দেখুন। | Для получения дополнительной информации, посетите специальную страницу Global Voices по землетрясению в Гаити. |