Sentence alignment for gv-ben-20151204-50775.xml (html) - gv-rus-20151203-44528.xml (html)

#benrus
1অনলাইনে উগ্র মতবাদ ছড়ানোর অভিযোগে রাশিয়ায় প্রথমবারের মতো একজনের কারাদণ্ডВ России впервые вынесен реальный приговор за пропаганду экстремизма в соцсетях
2রুনেট অঞ্চলে উগ্র মতবাদ ছড়ানোর অভিযোগে একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী কারাদণ্ডের সম্মুখীন হয়েছেন।До нынешнего момента виновным в распространении экстремистских материалов в Сети не грозило лишение свободы.
3এর আগে এ ধরনের অভিযোগে কারাদণ্ড হয়নি কারো।
4ছবি সম্পাদনা টেটিয়ানা লোকট।Коллаж: Татьяна Локоть.
5সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্র মতবাদ ছড়ানোর অভিযোগে রাশিয়ার আদালত প্রথমবারের মতো একজনকে কারাদণ্ড দিয়েছে।Российский суд впервые приговорил пользователя соцсетей к заключению за «пропаганду экстремизма в социальных сетях».
6এর আগে একই ধরনের অভিযোগে অভিযুক্তদের আর্থিক জরিমানা করা হতো।До этого подобные обвинения оборачивались штрафом или условным наказанием.
7কখনো সাজা দিলেও সেটা স্থগিত হয়ে যেত।Житель Сургута Олег Новоженин был приговорен к одному году заключения в колонии-поселении.
8সাইবেরিয়ার সুগাট শহরের একজন ইন্টারনেট ব্যবহারকারীর ক্ষেত্রে সাজা দেয়ার ঘটনা ঘটেছে। আর এই সাজার ফলে তাকে বন্দি শিবিরে একবছর থাকতে হবে।Суд вынес реальный (не условный) приговор после того, как подсудимый был признан виновным в распространении «экстремистских материалов» в социальных сетях в соответствии со статьей 228 Уголовного Кодекса РФ.
9সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্র মতবাদের জিনিসপত্র ছড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ার মিউনিসিপ্যাল আদালত রাশিয়ার অপরাধ আইনের ২৮২ ধারায় তার বিরুদ্ধে এই রায় দেয়।По сообщениям СМИ, Новоженин ранее выкладывал в свободный доступ аудио- и видеофайлы, «пропагандировавшие» деятельность украинской националистической партии «Правый Сектор» (организация запрещена в России) и добровольческого батальона «Азов».
10বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারকারী ওলিগ নভঝেনিন ইউক্রেনের জাতীয়বাদী সংগঠন রাইট সেক্টর এবং উগ্রপন্থী সংগঠন আজভ ভলেন্টিয়ার ব্যাটেলিয়ন-এর অডিও ও ভিডিও ফাইল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন।
11উল্লেখ্য, রাশিয়া ইউক্রেনের জাতীয়বাদী সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।Российским интернет-пользователям не в первый раз предъявляют обвинения в экстремистских преступлениях за их действия в Сети.
12তবে এবারই কিন্তু প্রথম নয়, এর আগেও রাশিয়ায় উগ্র মতবাদ প্রচারের অভিযোগে ইন্টারনেট ব্যবহারকারীরা বিচারের সম্মুখীন হয়েছেন।Обвинения в «подстрекательстве к совершению экстремистских действий» в сочетании с ужесточением ограничений на организацию публичных мероприятий и протестных акций могут доставить гражданам немало неприятностей.
13উগ্র মতবাদকে উস্কে দেয়ার অভিযোগের সাথে সাথে বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা যেমন মিছিল, প্রতিবাদ সমাবেশ করার কারণেও বিচারের সম্মুখীন হয়েছেন।Ретвит картинки, «расшаривание» поста «ВКонтакте» и даже антифашистский мультик про утенка Дональда Дака - каждая из этих безобидных вещей может стоить россиянину свободного доступа в Интернет.
14কোনো একটি ছবি'র রিটুইট, ভিকনটাক্টেতে কোনো লেখার পুনর্মুদ্রণ, এমনকি ফ্যাসিবাদ বিরোধী ডোনাল্ড ডাক কার্টুনের কারণেও রাশিয়ার নাগরিকদের ইন্টারনেটে অবাধ প্রবেশিকার বাধাগ্রস্থ হতে পারে।
15২৮২ ধারায় উগ্র মতবাদের বিষয়ে যে সংজ্ঞা দেয়া হয়েছে, তাতে বিষয়টি নিয়ে বেশ ধোঁয়াশা রয়ে গেছে।Статья 282 УК РФ содержит весьма расплывчатое определение «пропаганды экстремизма» и широко используется в качестве инструмента цензуры.
16ব্যাপকভাবে সেন্সরশিপ আরোপের জন্য অপরাধ আইনের এই ধারাটিকে ব্যবহার করা হচ্ছে। অন্যান্য নিয়ন্ত্রণমূলক আইনের সাথে এটি থাকার কারণে আদালতে এই ধরনের রায় এসেছে।Как и другие репрессивные законы, данная статья УК приводила людей на скамью подсудимых, однако ранее в большинстве случаев суд ограничивался условным наказанием или штрафами.
17তবে আগে বেশিরভাগ ক্ষেত্রেই কারাদণ্ডের ওপর স্থগিতাদেশ দিয়ে প্রশাসনিক ব্যবস্থা এবং আর্থিক জরিমানা করতো।
18কিন্তু এখন সুগাটের আদালত অনলাইনে উগ্রপন্থা ছড়ানোর অভিযোগে কারাদণ্ড দিয়ে একটি নজির স্থাপন করলো।Нынешнее решение городского суда Сургута создало прецедент приговора к реальному сроку за «экстремистскую» деятельность в Сети.