Sentence alignment for gv-ben-20131209-40556.xml (html) - gv-rus-20131205-26974.xml (html)

#benrus
1রাশিয়ানরা ইউক্রেনকে বলছেঃ “বাইরের বিশ্ব পুতিনকে ভয় দেখাচ্ছে”“Путин боится извне”: Русские об Украине
2ইউক্রেনিয়ান প্রতিবাদকারীরা প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও তাঁদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।Украинские протестующие холода не боятся.
3ইউটিউব স্ক্রিনশট।Скриншот с YouTube.
4ইউক্রেনের প্রেসিডেন্ট ভিকটর ইয়ানুকোভিচ ইইউ-ইউক্রেন সহায়তা চুক্তি স্বাক্ষর না করার সিদ্ধান্ত না নেওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনে ব্যাপক প্রতিবাদ দানা বেঁধেছে।На прошедшей неделе на Украине развернулись массовые протесты, начавшиеся после решения президента Виктора Януковича не подписывать соглашение об ассоциации Украины и ЕС.
5তাদের সরকারকে চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করতে সারা দেশ জুড়ে জোর প্রচেষ্টা চালাতে এই প্রতিবাদ দ্রুত প্রসারিত হচ্ছে।Количество протестующих быстро увеличилось, протесты стали [анг.
6টুইটার এবং ফেসবুকের মাধ্যমে #євромайдан, #евромайдан, ও #euromaidan, হ্যাশট্যাগগুলো ব্যবহার করে নাগরিকেরা প্রতিবাদের উন্নতি এবং অন্যান্য তথ্যসমুহ শেয়ার করছে।] усилиями всей страны повлиять на своё правительство, граждане обмениваются событиями и другой информацией через Фейсбук и Твиттер, используя хэштеги #євромайдан, #евромайдан и #euromaidan.
7সহিংসতা সত্ত্বেও সেখানে কিছু ইতিবাচক উন্নতি হয়েছে।Несмотря на насилие, всё есть положительные продвижения.
8টুইটার ব্যবহারকারী @ডিবিএনএমযেআর ইউক্রেনিয়ান এবং রাশিয়ান ভাষায় আপডেটগুলো একইভাবে একত্রিত করে লিখেছেনঃПользователь Твиттера @Dbnmjr, сообщающий новую информацию на русском и украинском языках, написал:
9শেভচেনকো আদালত সকল [গ্রেপ্তারকৃত] শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে। বিচারকগণ এই শাস্তির অবৈধতা চিহ্নিত করেছেন।Шевченковский суд отпустил ВСЕХ студентов, судьи признали незаконность всех задержаний, боятся и выносят правовые решения #Євромайдан
10[তারা] ভীত এবং আইন অনুযায়ী বিচারকগণ সিদ্ধান্ত নেয়ায় তাদের ছেড়ে দেয়া হল।- Євромайдан (@Dbnmjr) December 2, 2013
11প্রতিবাদ কর্মসূচীটি সম্পর্কে রাশিয়ানরা বেশ দ্বিধাবিভক্ত।Россияне по-прежнему имеют разные мнения о протестах.
12উদাহরণস্বরূপ, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করে বলেছেন, প্রতিবাদটিকে “একটি বিপ্লবের চেয়ে অভ্যুত্থান বলেই মনে হচ্ছে।”Президент Владимир Путин, к примеру, что протесты напоминают “больше не революцию, а погром”.
13সক্রিয়কর্মী অলেগ কজিরেভ (@অলেগ_অজিরেভ) প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেছেনঃАктивист Олег Козырев (@oleg_kozyrev) ответил на это твитом:
14বহির্বিশ্ব পুতিনকে ভীত করছে।Извне пугает Путина
15বিরোধীদলীয় তরুণ সক্রিয়কর্মী @বেরিলি বুদ্ধিদীপ্ত মন্তব্য করেছেনঃ- Олег Козырев (@oleg_kozyrev) December 2, 2013 Молодой оппозиционер, активист @berillii колко отметил:
16দূর্ভাগ্যবশত, পুতিন বেশ দিশেহারা।Путин, к сожалению, сумасшедший.
17পুসি রায়টের আইনজীবী মার্ক ফেয়গিন (@মার্ক_ফেয়গিন) লক্ষ্য করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ প্রতিবাদকারীদের দাবির প্রতি সায় দিয়েছেনঃ- никогда не сдавайся (@berillii) December 2, 2013 Адвокат “Pussy Riot” Марк Фейгин (@mark_feygin) отметил, что президент Украины Янукович уступает требованиям протестующих:
18হেই, ভিকটর ইয়ানুকোভিচ গলে যাচ্ছেন…А Витя Янукович-то, потёк…
19আরাম কেদারায় বসে মস্কো থেকে যেসকল বিশেষজ্ঞ ইউক্রেন সম্পর্কে লেখালেখি করছেন, তাদের নিয়ে অন্যরা বেশ হতাশ।- МАРК ФЕЙГИН (@mark_feygin) December 2, 2013 Другие разочарованы тем, что кабинетные эксперты пишут об Украине из Москвы.
20ছবি-ব্লগার ইলিয়া ভারলামোভ (@ভারলামোভ) গত ১ ডিসেম্বর কিয়েভে ছিলেন।Фотоблогер Илья Варламов (@varlamov), с 1 декабря находившийся в Киеве, возмущён:
21সেখান থেকে তিনি নালিশ করেছেনঃ এমন কোন টুইটার প্লাগইন কি আছে, যেটি ব্যবহার করে মন্তব্যকারী রাজনৈতিক ধারাভাষ্যকারদের কথ্য বাদ দিয়ে দেয়া যাবে?А нет плагина для Тви, чтобы сразу выпилить из ленты всех политологов, которые, сидя в уютных московских кафе, рассуждают о судьбе Украины?
22তারা মস্কোর উষ্ণ ও আরামদায়ক ক্যাফেতে বসে বসে ইউক্রেনের ভাগ্য নিয়ে আলোচনা করে থাকে!- Ilya Varlamov (@varlamov) December 2, 2013
23এমনকি এই পীড়িত ইইউকে আরো বিস্তারিত করার জটিল যুক্তির বিভিন্ন অংশ নিয়ে কেউ কেউ আবার ঠাট্টা করেছে।Некоторые шутят о последствиях ещё большего расширения ЕС, в котором не всё хорошо.
24রোমান ডলঝিনস্কি তাঁর ফেসবুকে [রুশ] নিচের লেখাটি পোস্ট করেছেনঃРоман Должанский опубликовал в своём Фейсбуке следующее:
25আমি ইউক্রেন নিয়ে কি ভাবছি, তাই এখানে তুলে ধরলাম।Про Украину вот что думаю.
26আমি স্বভাবতই ইইউতে ইউক্রেনের যোগদানের পরিপন্থী।Я категорически против ее евронтеграции.
27কারন আমি ইইউ - এর জন্য খুব দুঃখ বোধ করি।Потому что мне жалко Евросоюз.
28এটি বলতে গেলে রোমানিয়া এবং বুলগেরিয়ার শ্বাসরোধ করে রেখেছে।Он уже чуть не подавился Румынией-Болгарией, а Украиной точно подавится.
29নিশ্চিতভাবে এটি ইউক্রেনেরও শ্বাসরোধ করে রাখতে চাইবে।Не выдержит, не прокормит.
30ইরেক মুরতাজিন নামের মস্কোর একজন সাংবাদিক দুই-মাত্রিক পথের সার-সংক্ষেপ সম্পর্কে ব্লগ [রুশ] লিখেছেন।Ирек Муртазин, московский журналист, написал о плоском взгляде, корым россияне смотрят на Украину в посте под названием “Блондинки о том, что происходит в Киеве”.
31এই সার-সংক্ষেপ অনুযায়ী “উজ্জ্বল চুলের নারী আলোচনা করছে, ইউক্রেনে কি ঘটছে” শিরোনামের অধীনে রাশিয়া ইউক্রেন নিয়ে পর্যালোচনা করছে। মস্কো মেট্রোতে দু'জন মেয়ের কথোপকথন মুরতাজিন আড়ি পেতে শুনেছেন।Муртазин подслушал разговор двух девушек в московском метро - одна из девушек считает, что Украина слишком близка к России, многим ей обязана и должна быть на одной стороне с ней, тогда как другая несколько сочувствует устремлением к Европе:
32দু'জনের মাঝে একজন মেয়ে ইউক্রেনকে শুধুমাত্র রাশিয়ার কথা বলার একটি বিষয় হিসেবে আখ্যা দিয়ে তাঁর মতামত ব্যক্ত করেছে। যাদের ইউরোপিয়ান হওয়ার উচ্চাকাঙ্ক্ষা আছে, তাদের জন্য অন্যদের সামান্য সহমর্মিতা আছে বৈকি, এর বেশী কিছু নয়ঃИду на работу и думаю, девушки «по разную сторону баррикад», но в головах у обеих - винегрет и упрощение ситуации в Украине до абсурдности.
33আমি কাজে যাচ্ছি এবং ভাবছি, এই মেয়ে দু'টি যেন বেড়ার বিপরীত দিকে অবস্থান করছে।Не правы обе.
34কিন্তু তাদের দু'জনেরই ইউক্রেনের পরিস্থিতি নিয়ে একেবারেই একটি মিশ্রিত এবং অদ্ভূত রকম একটি সরল চিন্তা রয়েছে। তাদের কেউই সঠিক নয়।Но ведь подобный взгляд на события у наших соседей и братьев сформировался не только у этих девушек, точно так же думают миллионы.
35কিন্তু একমাত্র এই মেয়েগুলোই যে এমন ধারণা পোষণ করছে, তা নয়; বরং লক্ষ লক্ষ মানুষ এভাবেই ভাবছে।И есть серьезная опасность, что усиление поляризация Украины может стать еще одним фактором поляризации и России.
36এখানে একটি ভয়াবহ বিপদের কথা এই যে ইউক্রেনের এই অতিরিক্ত মেরুকরণ, রাশিয়ার মেরুকরণেরও একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠতে পারে। সবশেষে, যদিও বেশীরভাগ লোকই ইউক্রেনের সর্বোচ্চ মঙ্গল কামনা করছে।В конце концов, многие просто желают Украине всего лучшего, как пользователь Твиттера Павел Сенько (@senko) в своём коротком твите:
37তথাপি টুইটার ব্যবহারকারী পাভেল সেনকো (@সেনকো) সরলভাবে টুইট করেছেনঃХочу, чтобы у народа Украины все получилось.
38আমি আশা করি ইউক্রেনের জনগণের জন্য অবশ্যই কোন সমাধান বের হবে।- Pavel Senko (@senko) December 1, 2013