Sentence alignment for gv-ben-20100324-9993.xml (html) - gv-rus-20100311-1657.xml (html)

#benrus
1রাশিয়া: ‘পোস্টাল পুলিশ’ যাবজ্জীবন কারাদন্ড পেয়েছেРоссия: “Обезумевший милиционер” получает пожизненное заключение
2৩২ বছর বয়স্ক মস্কোর পুলিশ ডেনিস ইয়েভসিয়ুকভকে দুইজনকে হত্যা আর সাতজনকে আহত করার দায়ে গত ফেব্রুয়ারী ২০, ২০১০ তারিখে যাবজ্জীবন দেয়া হয়।Евсюков Денис, 32-летний московский милиционер, который убил двоих и ранил семь человек, 20 февраля 2010 года был приговорен к пожизненному тюремному заключению.
3এই রায় রাশিয়ার ব্লগ জগৎের আলোচনার বিষয়ে পরিণত হয়, আর এর সাথে উঠে আসে পুলিশের দুর্নীতি, আধুনিকীকরণের চ্যালেঞ্জ আর কর্তৃপক্ষের দায়িত্বশীলতার কথা।Приговор стал горячей темой в русской блогосфере, инициировав дискуссий о коррупции в милиции, трудностях модернизации и ответственности властей.
4২০০৯ সালের এপ্রিল মাসে যখন এই ঘটনা ঘটে, তখন ইউটিউবে তুলে দেয়া ‘পোস্টাল পুলিশ' এর কুকর্মের এক সিসিটিভি ভিডিও ব্লগ জগৎের উপর বিশাল প্রভাব ফেলে।Еще в апреле 2009 года, когда произошла трагедия, CCTV видео с “обезумевшим милиционером” оказало огромное влияние на блогосферу.
5অসম্ভব হিংস্রতা আর প্রায় কম্পিউটার- গেমসের মতো ঘটনার চিত্র ইয়েভসিয়ুকভকে জনপ্রিয় সাংস্কৃতিক প্রতীকে পরিণত করে, যেখানে পুলিশকে দায়িত্বহীন আর সংযম বিহীন অবস্থায় পাওয়া গেছে।Невиданное насилие и кадры как из компьютерных игр сделали Евсюкова популярным культурным мимом, отражающим безответственность милиции и ее несдержанность.
6কোন কোন ব্লগার যেমন পিএস_৭৬ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন [রুশ ভাষায়]:Некоторые блогеры такие как ps_76 отпраздновали приговор:
7আমি আশা করছি [এই রায়] পাগল পুলিশদের কিছুটা থামাবে।Надеюсь что это хоть чуть чуть тормознет охреневшую ментовню.
8লাইভ জার্নাল ব্যবহারকারী স্মোলিয়াক দিবাস্বপ্নে ভাবছেন পুলিশ সম্পর্কে তার ভীতির কথা যেটা ইয়েভসিয়ুকভের ঘটনার পরে দৃঢ় হয়েছে:ЖЖ пользователь smolyak сюрреалистически напомнил о своей фобии к сотрудникам милиции, которая появилась у него после буйства Евсюкова:
9আমি সাধারণত মেট্রো ব্যবহার করি না, কিন্তু আজকে করতে হয়েছে।В метро я не езжу, но сегодня надо было.
10আর আমি এটা দেখলাম।И что я увидел.
11আসল ইয়েভসিয়ুকভ ট্রেনে আমার ঠিক পাশে দাঁড়িয়ে ছিল।В вагоне рядом со мной стоял настоящий майор Евсюков.
12আমার অস্বস্তি হচ্ছিল।Мне стало не по себе.
13আমি ভাবছিলাম সে গুলি করতে শুরু করবে।Я представил, как он начнет стрелять.
14আমার বসার জায়গা আমি ইচ্ছা করে পরিবর্তন করলাম।Специально пересел.
15সব সময় আমি কোন একজনের দিকে তাকিয়ে ছিলাম যাকে কিছুক্ষণ পরে হত্যা করা হবে।Все время смотрел на мужика, который должен был первым лечь.
16ইয়েভসিয়ুকভ গুলি করেনি, আমি ঠিক স্টেশনে নেমে গেলাম।Евсюков не стрелял, я вышел на нужной станции.
17ব্লগার স্মুাল পুলিশের সংস্কারের কথা তুলেছেন:Блогер smuul призвал к реформе милиции:
18কি করে পুলিশের পোশাক পরে কেউ মানুষকে গুলি করে?До чего дошли, чтобы в милицейской куртке и стрелять в мирных людей?
19শুধু শয়তান এটা পারে।Это могуть делать только ублюдки.
20অথচ এটা ৩২ বছরের একটি লোক ছিল। পুরো ব্যবস্থার কেবলমাত্র সংস্কারে হবে!А ведь обыкновенный 32-х летний сопляк… Реформа и только реформа всей системы!
21আমাদের উচিত কম কথা বলে কাজ বেশী করা- পশ্চিমের মতো।А нам меньше болтать и больше работать. Как на Западе.
22আর সর্বত্র আইনের শাসন, বুঝতে পেরেছেন?И ЗАКОННОСТЬ во всем, законность, понимаете?
23রায়ের চার দিন আগে নির্বাসনে থাকা রাশিয়ান ব্যবসায়ী ইয়েভগেনি চিচভার্কিন, বলেছিলেন যে ইয়েভসিয়ুকভ এর এই ঘটনা তার ডিপার্টমেন্টের দুর্নীতির কারণে হয়েছে আর দাবি করেছিলেন ইয়েভসিয়ুকভকে মস্কো পুলিশ ডিপার্টমেন্টের দুর্নীতির মুল্যবান সাক্ষী হিসাবে রক্ষা করার'।За четыре дня до вынесения приговора Евгений Чичваркин, русский бизнесмен в изгнании, предположил, что ярость Евсюкова была спровоцирована коррупцией в его ведомстве, и призвал “защитить Евсюкова как решающего свидетеля коррупции в московской милиции”. Он утверждал, что Евсюков стал слабым звеном в мощной машине милицейской коррупции, с участием рейдерских атак, торговли наркотиками и проституции.
24তিনি দাবি করেছিলেন যে ইয়েভসিয়ুকভ শক্তিশালী পুলিশের দুর্নীতিতে হালকা একটা সূত্রে পরিনত হয়েছেন, যার সাথে সংশ্লিষ্ট আছে আক্রমণ, মাদক ব্যবসা আর পতিতাবৃত্তি।Другой блогер samaritatyanin предположил, что причина буйства Евсюкова была скорее всего намного более сложной и засомневался в том, что с выносом приговора дело будет закрыто:
25আর একজন ব্লগার সামারিতাতিয়ানিন বলেছেন যে ইয়েভসিয়ুকভ এর ঘটনা হয়ত আরো বেশী জটিল আর সন্দেহ প্রকাশ করেছেন যে এই মামলা হয়ত রায়ের সাথে শেষ হল না - আরও চলবে: ইয়েভসিয়ুকভ এর বিচার প্রক্রিয়া শেষ হয়েছে।суд на Евсюковым закончился. осудили, приговорили. вот только так никто и не понял, что произошло то на самом деле. да, он стрелял и убил, ранил. но делал он это явно не в здравом уме, и не пьяный был до белой горячки.
26সে দোষী আর অভিযুক্ত।
27কিন্তু এখনো কেউ বুঝতে পারছে না যে আসলে কি ঘটেছে। হ্যাঁ, সে গুলি চালাচ্ছিল, হত্যা আর আহত করেছে।я могу сказать только одно - у него съехала крыша, и стрелял он, находясь в мире своих иллюзий - это ведь видно из записи камер магазина.
28কিন্তু পরিষ্কারভাবে সে মানসিক ভারসাম্যহীন ছিল, মাতাল ছিলনা।Пытаясь защитить “хороших милиционеров”, ЖЖ пользователь severianin высказался против “Кампании против полиции,”:
29আমি একটা কথাই বলতে পারি- সে মানসিক ভারসাম্যহীন ছিল আর নিজের স্বপ্নের জগৎে থেকে গুলি চালাচ্ছিল- এটা সিসিটিভিতে দেখা যাবে।
30‘ভালো পুলিশকে' বাঁচাবার চেষ্টা করে লাইভ জার্নাল (এল জে) ব্যবহারকারী সেভেরিয়ানিন একটি অবস্থান নিয়েছেন ‘ পুলিশের বিরুদ্ধে প্রচারণায়':
31আমাদের নাগরিকদের প্রতিক্রিয়া সত্যিই বিস্ময়কর।Удивительна и реакция наших сограждан.
32মগ্ন থেকে, যেন শিকারী কুকুরের উপরে সওয়ার হয়ে পুলিশের প্রতি তারা চিৎকার করছে “হ্যালো!”Они с упоением, как на псовой охоте загонщики, кричат в адрес милиции: “Ату их, ату!”
33আর দেখা যাচ্ছে যে ‘ইয়েভসিয়ুকভদের' অপরাধ সকল পুলিশের উপরে বর্তেছে, তাই আপনি নিরাপরাধ কিন্তু একই সাথে আপনি অপরাধী।И получается ситуация, когда грехи “евсюковых” висят уже на всех милиционерах, т.е. ты ещё ни в чём не виноват, но уже виноват.
34এল জে ব্যবহারকারী ডিফেন্ডার_ফেইথ ভাবছেন যে চলচ্চিত্রে ইয়েভসিয়ুকভের চরিত্র সব থেকে ভালো কে অভিনয় করতে পারবে।ЖЖ пользователь defender_faith интересуется, кто будет лучшим актером на роль Евсюкова в фильме.
35প্রথম উত্তর ছিল ‘নিকোলাস কেজ' যেটা এই অভিনেতার সাথের শেষ ওয়ার্নার হেরজগের চলচ্চিত্রের সাফল্যের ফলে উল্লেখ করা যায়।Первым ответом был “Николас Кейдж”, в его последнем фильме Вернера Герцога.
36যদিও হিংস্র আর দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার দ্বারা সংগঠিত ঘটনা এর আগেও হয়েছে, এটা কখনো এমন নাটকীয় হয়নি।Хотя случаи насилия и коррумпированных милиционеров происходили и раньше, они никогда не были настолько кинематографичными.
37একজন ‘ইয়েভসিয়ুকভ' হিংস্র পুলিশ- অপরাধী, খারাপ লেফটেনেন্টের পরিচিতি হয়ে দাঁড়িয়েছে। এই পুলিশ সেইসব কিছু করছে যার বিরুদ্ধে তার লড়াই করার কথা।Слово “евсюков” стало нарицательным для жестокого милиционера-криминала, “Плохой лейтенант”, делающий все, с чем он должен был бороться.
38ইয়েভসিয়ুকভ আর একজন পুলিশ ওয়েব ২.Евсюков вместе с другим милиционером - Web.
39১ তারকা আলেক্সেই দিমোভস্কির কার্যকলাপ জন্ম দিয়েছে তথাকথিত ‘পুলিশ বিরোধী প্রচারণা'।2.0 знаменитостью Алексеем Дымовским превратился в основу для так называемой “Анти-милицейской кампании”.
40এটা কয়েকজন মিডিয়া বিশেষজ্ঞ দ্বারা রিপোর্ট করা বিষয় যারা সকল ধরণের সূত্র (স্বাধীন থেকে ক্রেমলিন-সংশ্লিষ্ট) থেকে লক্ষ্য করেছেন যে সব ধরনের পুলিশ অপরাধ বৃদ্ধি পেয়েছে।Об этом явлении было сообщено некоторыми экспертами в области СМИ, которые отмечают увеличение числа материалов о преступлениях милиционеров во всех видах источников (от независимых до кремлевских).