# | ben | rus |
---|
1 | সৌদিদের উট চুম্বনের কারণ | Почему жители Саудовской Аравии целуются с верблюдами? |
2 | সৌদি আরবের জনগণ তাদের প্রিয় পোষা প্রাণী - উটের ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত হবেন না, এমনকি মারাত্মক করোনাভাইরাসও তাঁদের এ থেকে নিবৃত্ত করতে পারবে না। | Несмотря на смертельно опасный MERS-коронавирус (Ближневосточный респираторный синдром), саудовцы никак не могут удержаться от общения со своими любимыми животными - верблюдами. |
3 | টুইটার এবং ইউটিউবে সৌদিরা অবিরত তাঁদের প্রিয় প্রাণী উটকে চুম্বন করার ছবি ও ভিডিও পোস্ট করে যাচ্ছেন। মধ্য প্রাচ্য শ্বাস-প্রশ্বাস লক্ষণ (এমইআরএস) ঝুঁকি উট থেকে তৈরি হতে পারে বলে প্রচার করা সরকারের এই সতর্কবার্তার বিরুদ্ধে এটি মূলত এক ধরনের অসংগঠিত প্রচারণা। | В Twitter и Youtube жители Саудовской Аравии размещают фото, на которых они целуют верблюдов в рамках своего рода “социальной медиа-кампании” против Предупреждения Правительства о том, что вирус MERS может передаваться через верблюдов. |
4 | (# كورونا _ و _ الابل) হ্যাশট্যাগের অধীনে টুইটগুলো পোস্ট করা হচ্ছে, যার অর্থ, “পুষ্পমুকুট এবং উট”। | В настоящий момент число заболевших вирусом MERS в Саудовской Аравии продолжает расти. |
5 | হ্যাশট্যাগটি মরুভূমির এই প্রাণীর জন্য সৌদির জনগণের তীব্র আবেগকেই তুলে ধরছে। | Публикуются твиты с хэштегом (#كورونا_و_الابل) (Коронавирус и верблюды), где саудовцы выражают свою страсть к этим кораблям пустыни. |
6 | যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই রোগের সংক্রমণের জন্য সম্ভবত সবচেয়ে উপযোগী পশু উৎস হল উট। | Специалисты в сфере здравоохранения считают, что верблюды являются наиболее вероятным животным источником инфекции для передачи вируса MERS. |
7 | এখনও পর্যন্ত এর কোন টীকা বা ভাইরাল বিরোধী চিকিতৎসা আবিষ্কৃত হয়নি। | Однако против этого заболевания пока не существует ни вакцины, ни антивирусной терапии. |
8 | টুইটার ব্যবহারকারীদের শেয়ার করা কিছু ছবি এখানে রয়েছে, যেখানে ঘোষণা করা হয়েছে, তাদের এবং তাদের উটের মধ্যে কোন রোগই বাঁধা হয়ে দাঁড়াবে না। | Ниже приведены некоторые фотографии пользователей Twitter, которые заявляют, что никакая болезнь не может стать преградой между ними и их верблюдами. |
9 | @ aaaa12200 এই আলোকচিত্রটি শেয়ার করেছেন: | @aaaa12200 разместил вот такое фото: |
10 | সৌদিরা মারাত্মক রোগ করোনাভাইরাসের ব্যাপারে সতর্কবার্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁদের প্রিয় প্রাণী উটকে চুম্বন করছে। | Саудовцы целуют своих верблюдов и бросают вызов правительственному предупреждению о том, что эти животные могут быть переносчиками угрожающего жизни коронавируса. |
11 | টুইটারে ছবিটি শেয়ার করেছেন @aaaa12200 | Фото было опубликовано @aaaa12200 в Twitter. |
12 | আর ফাহাদ বিন আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন, তিনি তাঁর উটের সঙ্গে দিনের বাকি সময় ব্যয় করবেনঃ | Фахад Бин Абдулла (Fahad bin Abdulla) собирается провести целый день со своим верблюдом: |
13 | টুইটার ব্যবহারকারী ফাহাদ বিন আবদুল্লাহ তাঁর উটের সাথের এই ছবিটি শেয়ার করেছেন। | Пользователь Twitter Фахад бин Абдулла разместил это фото, где он изображён со своим верблюдом. |
14 | সূত্রঃ @AlHaqbani | Источник @AlHaqbani |
15 | অন্যরা এমনকি উট ও করোনাভাইরাসের মধ্যে এই সম্পর্কের কারণে তাঁদের প্রিয় উটের যত্নের আয়োজনটি দ্বিগুণ করে দিয়েছেন। | Другие идут ещё дальше и испытывают удачу, несмотря на предупреждение, и бросают двойной вызов судьбе: на следующем видео владелец верблюдов целует двух животных сразу. |
16 | নিচের ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মালিক তাঁর প্রিয় উট দুটিকে চুম্বন করেছেন। সে সময় তিনি পশুগুলোকে তাঁর মুখে কফ ফেলার জন্য বলছেন। | При этом он просит их кашлянуть ему в лицо, чтобы показать, что он не боится заразиться от них вирусом: |
17 | তিনি তা করছেন এটা বোঝানোর জন্য যে তিনি তাদের থেকে আক্রান্ত হওয়ার কোন ভয় পান নাঃ | http://www.youtube.com/watch? v=ZbyD__fCtOE |