Sentence alignment for gv-ben-20140610-43595.xml (html) - gv-rus-20140330-28634.xml (html)

#benrus
1সোভিয়েত যুগের নাগরিক প্রতিরক্ষা সনদ ফের চালু করছেন পুতিনПутин возвращает советские нормы ГТО
2পুতিন এবং এক জন পুরানো জিটিও পোস্টার।В.Путин и старый плакат ГТО.
3সেটা ছিল আরও নির্দোষ সময়।Время было невиннее.
4ছবিটি তৈরি করেছেন এডিটর।Коллаж выполнен автором оригинала.
5রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি সোভিয়েত যুগের একটি অতীত ঐতিহ্যের পুনঃপ্রচলন ঘটানোর ঘোষণা দিয়েছেন।Президент России Владимир Путин недавно сообщил о возрождении знаменитой советской традиции.
6শীতকালীন সোচি অলিম্পিকে রাশিয়ার সাফল্য উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।На мероприятии, посвященном успеху России на Зимних Олимпийских Играх в Сочи, В.
7পুতিন তাঁর ঘোষণাতে বলেন, “[রাশিয়ার] জাতীয় ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে” সোভিয়েত আমলে প্রচলিত শারীরিক শিক্ষা বিষয়ক একটি কার্যক্রম পুনরায় চালু করা হবে।Путин сказал, что возрождение советской программы физвоспитания, которая готовит людей всех возрастов к труду и обороне (нормы ГТО) будет «данью традициям нашей национальной истории».
8কার্যক্রমটির অধীনে সকল বয়সী জনগণকে “শ্রম এবং প্রতিরক্ষা বাহিনীতে” (জিটিও) যোগ দিতে শারীরিক দক্ষতার প্রমাণ স্বরূপ সনদপত্র দেওয়া হত।
9এমন একটি ঘোষণা অপ্রত্যাশিত ছিল না।Это заявление не стало неожиданным.
10দুই সপ্তাহ আগে ব্লগার আন্দ্রেই মালজিন এমন একটি গুজব তাঁর ব্লগে প্রথম পোস্ট করেছিলেন। তিনি পর্যবেক্ষণ [রুশ] করেছেনঃБлогер Андрей Мальгин первым опубликовал статью, касающуюся этих слухов, двумя неделями ранее, отметив:
11মানে দাঁড়াচ্ছে যে শিশুদের খেলাধুলায় আগ্রহী করে তোলার বদলে তারা তাদেরকে দক্ষতার সনদ দিয়ে খেলাধুলায় জড়িত হতে বাধ্য করবেন।То есть они будут не пробуждать у детей интерес к спорту, а собираются принуждать их заниматься спортом.
12তারা খেলাধুলাকে একটি ঘৃণ্য প্রয়োজনে পরিণত করতে চলেছেন।Они сделают спорт постылой необходимостью.
13কিসের জন্য?Зачем?
14“হ্যালো, স্পার্টা” শিরোনামে ব্লগার এলিস_এসভিএস একট পোস্টে বিস্ময় প্রকাশ [রুশ] করে বলেছেন, যে সব শিশুরা স্বাস্থ্যগত কারণে খেলাধুলায় অংশ নিতে পারবে না তাদের কি হবেঃВ записи под названием “Здравствуй, Спарта” блогер alis_svs задается вопросом о том, что же будет с детьми, которые не могут заниматься физкультурой по состоянию здоровья:
15মস্কোর প্রতি তিনজনে একটি শিশু সিওপিডি'তে [ক্রনিক অবসট্রাক্টিভ পালমোনারী ডিজিজ] আক্রান্ত। ইতোমধ্যে এই সংখ্যা তিনে উন্নীত হয়েছে।Каждый третий ребёнок в Москве к 3 годам уже имеет ХОБЛ, о количестве прочих заболеваний деликатно умолчу…
16অন্যান্য অসুস্থতার পরিসংখ্যান সম্পর্কে কৌশলগত কারণে আমি চুপ করে থাকবো…После заявления В.
17ঘোষণাটি দেওয়ার পর কয়েকজন প্রবীণ ব্লগার তাদের পুরনো অভিজ্ঞতা স্মরণ করেছেন। এটি সোভিয়েত বিদ্যালয়গুলোর অন্যতম একটি আতঙ্ক ছিল।Путина некоторые из блогеров старшего поколения назвали опыт норм ГТО одним из ужасов времен советского образования.
18একজন ব্লগার লিখেছেন [রুশ]:Один из блогеров написала:
19বিদ্যালয়ে পড়া অবস্থায় শারীরিক শিক্ষা বিষয়টিকে আমি ঘৃণা করতাম।Я ненавидела физру в школе.
20প্রচন্ড রাগের সাথে এবং তীব্রভাবে এই প্রক্রিয়ার বিরোধী ছিলাম।Люто, бешено ненавидела.
21[…] এর কথা চিন্তা করলেই ভয়ে আমার গা শিউরে উঠতো।[…] Как вспомню - мороз по коже.
22নমনীয় ফিতার সাথে নোংরা সার্টিন কাপড়ের আঁটসাঁট হাফপ্যান্ট, নিচে কালো বর্ডার দেয়া সাদা জামা পরে সবাই লাইন ধরে দাঁড়ানো […] হে প্রভু, এটা কি সত্যিই এখনও স্পষ্ট নয় ?!Мерзкие сатиновые трусы на резинках, черный низ-белый верх, всем стать в строй, на первый-второй рассчитайсь…Господи, неужто непонятно?!
23আপনারা এ ধরণের বঞ্চনা মূলক “আদর্শ” পালন করতে জনগণকে বাধ্য করতে পারেন না, না, না।Нельзя, нельзя, нельзя ЗАСТАВЛЯТЬ людей сдавать какие-то бредовые “нормы”.
24এতে কোন আদর্শ নেই!Нет никаких норм!
25এটি শুধুমাত্র একটি মতি বিভ্রম!Патология это!
26এই ডিক্রি জারির ক্ষেত্রে কিছু ইতিবাচক প্রতিক্রিয়াও এসেছে।Но были и положительные отзывы на постановление президента.
27তাতিয়ানা মালইনা তাঁর ফেসবুক ওয়ালে [রুশ] লিখেছেনঃТатьяна Малкина написала на своей странице в Facebook:
28এটি খুব অদ্ভূত এবং কম জনপ্রিয়। আমি জানি… কিন্তু জিটিও মানদণ্ড নিয়ে আমার কোন রকম সমস্যা নেই।это странно и непопулярно, я знаю…но у меня не было никаких, совсем никаких проблем с нормами гто.
29এমনকি আমি একমাত্র মেয়ে হিসেবে একটি নকল গ্রেনেড ১১ মিটার দূরত্বে ছুঁড়েছি… বেশ কিছু কারণে এই সমগ্র প্রক্রিয়াটিতে আমি প্রত্যাখ্যান করতে বা এটির বিরোধিতা করতে পারছি না। শুধুমাত্র রাজনৈতিক তথ্য, ইতিহাস এবং কখনও কখনও সাহিত্য বিষয়ে আমার কিছুটা সমস্যা রয়েছে।я даже единственная из девочек муляж гранаты бросала на требуемые 11 метров…. почему-то не вызывло у меня все это дело ни отторжения, ни протеста. проблемы были только с политинформацией, историей и иногда - литературой.
30পুতিন প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় এটাই স্বাস্থ্য বিষয়ক প্রথম পদক্ষেপ নয়, যা ক্রেমলিন গ্রহণ করেছে।Уже не в первый раз за время правления В.Путина Кремль пытается как-то повлиять на сферу здорового образа жизни.
31২০১১ সালে পাস করা একটি আইনে অ্যালকোহল এবং সিগারেটের উপর ট্যাক্স বৃদ্ধি জনিত কারণে দাম বাড়ানো হয়েছে। আর এ কারণে অ্যালকোহল এবং সিগারেটের দাম ২০১৪ সাল নাগাদ প্রায় দ্বিগুণ হয়েছে।В 2011 году правительство решило постепенно увеличить налоги [анг] на алкоголь и сигареты таким образом, чтобы к 2014 году их стоимость увеличилась почти вдвое.
32তাঁর সাথে সাথে গত জুন মাস থেকে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করে একটি আইন কার্যকর করা হয়েছে।Кроме того, в прошлом июне вступил в силу закон о запрете курения в общественных местах.
33কিন্তু ক্রিমিয়াতে রাশিয়ার আকস্মিক হামলা চালানোর পর কর্তৃপক্ষ জনপ্রিয় দেশপ্রেম অনুভূতির সুবিধা নিতে চেষ্টা করছে।Возможно, таким образом власти попытались использовать в своих интересах народный патриотизм после вторжения России в Крым. Как заметил один из блогеров: «К войне готовятся».
34তাই একজন ব্লগার মন্তব্য [রুশ] করেছেনঃ “তারা আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে চাচ্ছেন।”Переводчик: Анастасия Косолапова. Корректор: Анна Щетникова.