Sentence alignment for gv-ben-20121105-32473.xml (html) - gv-rus-20121015-19337.xml (html)

#benrus
1ইন্দোনেশিয়া: দুর্নীতি দমন বিভাগ অনলাইন সহায়তা পাচ্ছেИндонезия: антикоррупционное агентство получает онлайн-поддержку
2ইন্দোনেশিয়ায় সামাজিক মাধ্যমগুলির শক্তি আবারও প্রকাশ পেল যখন পুলিশ ও কিছু রাজনীতিবিদদের দ্বারা হয়রানীর স্বীকার ইন্টারনেট ব্যবহারকারীরা সমষ্টিগতভাবে দুর্নীতির তদন্তকারীদের প্রতি সমর্থন প্রকাশ করেছে।Потенциал социальных медиа был вновь раскрыт [анг] в Индонезии, когда пользователи Cети коллективно высказались в поддержку исследователей проблемы коррупции, подверженных притеснениям со стороны полиции и некоторых политиков.
3দুর্নীতি দমন কমিশনের (কেপিকে) অনলাইন সহায়তা বর্তমানে অফলাইন প্রচারণা হিসাবে ব্যবহৃত হচ্ছে যখন নেট নাগরিকরা পুলিশের অভিযানের এবং এজেন্সির ক্ষমতা হ্রাসের জন্য সংসদের প্রস্তাবনার বিরুদ্ধে প্রতিবাদ ও সমাবেশের আয়োজন করেছে।Онлайн-поддержка Комиссии по искоренению коррупции (KPK: Corruption Eradication Commission) переросла в реальную кампанию, когда интернет-пользователи организовали акции протеста против полицейской облавы, а также с целью блокирования предложения парламента урезать полномочия агентства.
4আমলাতান্ত্রিক পদ্ধতির দুর্নীতি সম্পর্কে কার্যকরভাবে তদন্ত থেকে কেপিকে বিরত রাখার জন্য অনেকেই পুলিশের ক্ষমতার অপব্যবহারকে দায়ী করছে।Многие обвинили полицию в оказании давления на Коммиссию и в препятствовании проведению расследования случаев бюрократической коррупции.
5সুরাবায়াতে ইন্দোনেশিয়া দুর্নীতি দমন কমিশনের স্বপক্ষে পোষ্টার হাতে একজন কর্মী।Активист держит в руках плакат в поддержку деятельности Антикоррупционной комисии Индонезии в городе Сурабая.
6ছবি রবারর্টাস পুডিয়ান্টো।Фотография: Robertus Pudyanto.
7সত্ত্ব ডেমোটিক্স (১০.Копирайт Demotix (10/8/2012)
8৮.২০১২) সরকারের দুর্নীতি উন্মোচন করার জন্য টুইটার হ্যাশট্যাগ #সেভকেপিকে ব্যবহার করে কেপিকে এর প্রতি জনসাধারণ সমর্থন জানিয়ে যাচ্ছে।Хэштег #SaveKPK [анг] приобрел популярность в Twitter, что является доказательством того, что миссия KPK - разоблачать коррупцию в правительстве - пользуется всеобщей поддержкой.
9অন্য আরেকটি জনপ্রিয় হ্যাসট্যাগ হচ্ছে #ডাইমোনাএসবিওয়াই (রাষ্ট্রপতি কোথায়?) সম্ভবত ইন্দোনেশিয়ার নেতাদের উপর চাপ সৃষ্টি করেছিল যাতে পুলিশ কেপিকে এর সাথে স্বাভাবিক আচরণ করে।Еще один распространенный хэштег - #dimanaSBY (Где президент?). Возможно, именно он заставил главу Индонезии приказать полиции спокойнее относиться к деятельности Комиссии.
10দুটি প্রধান হ্যাসট্যাগ ব্যবহার করে কিছু টুইটার বার্তা নীচে প্রদান করা হলো:Ниже приводятся некоторые сообщения из Twitter, в которых появляются эти два основных хэштега:
11@ডিলাকারিনটা আপনি কি কল্পনা করতে পারেন একজন প্রকৃত রাষ্ট্রপতি তার দেশের পুলিশ প্রধান দ্বারা ভীত হচ্ছেন?@dilakarinta Вы когда-нибудь могли вообразить себе президента, запуганного главой полиции своей собственной страны?
12উত্তম, এ বিষয়ে কল্পনা করার প্রয়োজন নেই।Так вот, в воображении больше нет нужды.
13#সেভকেপিকে#SaveKPK
14@লারাসাটিটা #সেভকেপিকে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, ভীতি প্রদর্শন বন্ধ কর।@LarasaTita #SaveKPK Сражайтесь против коррупции, покончите с запугиванием.
15আশাবাদী হোন, আমাদের সন্তানদের জন্য উন্নত ইন্দোনেশিয়া নিশ্চিত করি!Будьте оптимистами. Сделайте Индонезию лучше для наших детей!
16@মুনাহুসিন ১ এই দেশে সকল নষ্টের মূলে রয়েছে দুর্নীতি।@munahusin1 Коррупция - корень зла в этой стране.
17দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ!Бой коррупции!
18#সেভকেপিকে#SaveKPK
19@রুডাংগা এসবিওয়াই এর অনুপস্থিতি আলোচিত হচ্ছে এবং জনতা পুলিশের দায়িত্বশীল আচরণ করার জন্য আহবান জানাচ্ছে।@rdungga Имеют место разговоры об отсутствии SBY, люди требуют предоставления отчетности от Национальной полиции Индонезии.
20#ডিমানাএসবিওয়াই এই সকাল কার্যকরী।#dimanaSBY работает этим утром.
21@ফারাহওয়ারদানি এটি তার দ্বিতীয় মেয়াদ।@farahwardani Это его второй срок.
22২০১৪ পর্যন্ত তিনি সম্ভবত তার আসনের উষ্ণতা বৃদ্ধি করবেন এবং সুবিধাদি ভোগ করতে থাকবেন।Так что, по большому счету, он “греет” кресло и наслаждается привилегиями вплоть до 2014.
23আমি নিশ্চিত তিনি সেরকম ভাবছেন।Могу поспорить, он так и думает.
24#ডিমানাএসবিওয়াই#DimanaSBY
25ইন্দোনেশিয়ার একজন বিক্রেতা কেপিকের প্রতি তার সমর্থন জানাচ্ছে।Торговка выражает свою поддержку KPK.
26ছবি সেভ কেপিকে এর ফেসবুক থেকেФотография со страницы Save KPK в Facebook
27ইন্দোনেশিয়ার অনেক শহরে কেপিকে এর সমর্থনে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।Во многих городах Индонезии были проведены митинги [анг] в поддержку KPK.
28প্রজেক্টিং ইন্দোনেশিয়ার মতে বিনোদন জগতের তারকাসহ মধ্যবিত্তের সক্রিয় অংশগ্রহণ এই প্রতিবাদে ছিল:Projecting Indonesia [анг] отмечает активное участие среднего класса, в том числе звезд эстрады, в протестах:
29আমরা একটি বিষয় উল্লেখ করতে পারি: মধ্যবিত্ত স্বরূপে এবং সক্রিয়ভাবে রাজনীতিতে উপস্থিত।…мы должны подчеркнуть тот факт, что действия среднего класса становятся более координированными и настойчивыми в том, что касается политики.
30রাজনৈতিকভাবে সচেতন (যদিওবা রাজনৈতিক দলের সদস্য নয়) ইন্দোনেশিয়ার মধ্যবিত্ত শ্রেণী বর্তমানে প্রতীক হয়ে উঠেছে।……это признаки того, что индонезийский средний класс становится политически активным (для этого необязательно состоять в политической партии).
31কমপক্ষে, মধ্যবিত্ত শ্রেণী টেউ তুলতে সক্ষম হয়েছে যারা রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত দেখতে চায়।По крайней мере, эти представители среднего класса хотят видеть свою страну свободной от коррупции.
32হোরজানতো সোবডজানতোরো বর্ণনা করেছেন জনতা দুটি কারণে সহিংস হয়েছে:Hardjanto Soebdjantoro [анг] указывает на те два фактора, которые стали причинами массового возмущения:
33কেপিকে নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয় জনগণকে উদ্বিগ্ন করেছে।Два важных события, связанные с позицией Комиссии, вызвали волнения в обществе.
34প্রথমটি হচ্ছে আইন প্রণেতাদের কেপিকে বিষয়ে আইন নং ৩০/২০০২ সংশোধনের উদ্যোগ এবং দ্বিতীয়টি হচ্ছে কেপিকের তদন্তকারীদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের উদ্যোগ।Первое - это намерение законодателей пересмотреть закон 30/2002 о Комиссии; второе - это попытки полиции арестовать одного из исследователей KPK.
35সেভ কেপিকেSAVE KPK
36যখন এটি লেখা হচ্ছে, তখন ১৮,০০০ ফেসবুক ব্যবহারকারীর পছন্দ ফেসবুকের সেভ কেপিকে পেজ।Что касается основной темы этой статьи, более 18 000 пользователей Facebook нажали кнопку “Мне нравится” на странице Save KPK в этой социальной сети.