Sentence alignment for gv-ben-20150205-46943.xml (html) - gv-rus-20150209-34313.xml (html)

#benrus
1আরো একবার অস্কার পুরস্কারের মনোনয়নে চালকের আসনে মেক্সিকোর নাগরিকেরাМексиканские кинорежиссёры вновь в числе главных претендентов на премию “Оскар”
2আলেহান্দ্রো গোনজালেজ ইনাররিটু, ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে।Алехандро Гонсалес Иньярриту. Фото: портал “Викисклад”.
3পরপর দ্বিতীয় বারের মত, মেক্সিকোর চলচ্চিত্র নির্মাতারা একাডেমি অফ মোশান পিকচার্স এন্ড সায়েন্স বা অস্কার নামে পরিচিত পুরস্কারের মনোনয়নে এগিয়ে রয়েছে।Второй год подряд мексиканские кинорежиссеры будут играть главенствующую роль на церемонии вручения премии Американской академии кинематографических искусств и наук, более известной как премия “Оскар”.
4মনোনয়ন প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য মেক্সিকান নাগরিক বার্ডম্যান চলচ্চিত্রের পরিচালক আলেহান্দ্রো গোনজালেজ ইনাররিটু।Больше всего шансов у режиссера фильма “Бёрдмэн” Алехандро Гонсалес Иньярриту.
5গত বছর এভাবেই এগিয়ে ছিলেন মেক্সিকোর চলচ্চিত্র পরিচালক আলফন্সো কুয়ারোন, স্বনামধন্য চলচ্চিত্র ‘গ্রাভিটির' পরিচালক।В прошлом году [анг] список главных номинантов возглавлял Альфонсо Куарон, соотечественник Иньярриту и режиссёр известного фильма “Гравитация”.
6কেবল বার্ডম্যান ছবির পরিচালক হিসেবে নয় সাথে আরেকটি চলচ্চিত্রে সেরা চিত্রনাট্যকার হিসেবেও ইনারিটু মনোনয়ন লাভ করেছে।Гонсалес Иньярриту номинируется не только как режиссёр, но и как сценарист.
7‘লা ইনেসপারেদাদা ভার্চু ডে লা ইগনোরেন্স' (উপেক্ষার অপ্রত্যাশিত গুণ) নামে পরিচিত সেই চলচ্চিত্রে শব্দ সম্পাদনার জন্য মার্টিন হার্নানদেজও মনোনয়ন লাভ করেছে।За статуэтку в номинации “Лучший звуковой монтаж” фильма, также известного под названием “Неожиданное достоинство невежества” (La inesperada virtud de la ignorancia), поборется Мартин Эрнандес (Martín Hernández).
8মেক্সিকোর নাগরিক ইমানুয়েল লুবেজকি (ওরফে “এল চিভো”) সেরা চিত্রগ্রাহকের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে।Эммануэль Любецки (он же El Chivo) претендует на премию за лучшую операторскую работу.
9এর আগের বছর, গ্রাভিটি চলচিত্রের জন্য তিনি এই বিভাগে পুরস্কার লাভ করেছিলেন।Год назад он получил эту награду за фильм “Гравитация”.
10এই এক অস্বাভাবিক বিষয় যে অস্কার মেক্সিকোর নাগরিকদের চলচ্চিত্রে অংশগ্রহণ বিষয়টিকে স্বীকার করে নিয়েছে।Примечательно, что в этом году на премию “Оскар” номинированы несколько претендентов из Мексики.
11এদিকে এই বিষয়টি সত্য যে, ২০১৪ সালে কুয়ারোন এবং লুবেজকি-এর কাজ আমাদের মনে করিয়ে দেয় যে একাডেমি এবং চলচ্চিত্রের দর্শকের যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের এই সকল চলচ্চিত্র নির্মাতাদের সম্ভাবনা এবং প্রতিভার কথা স্মরণ করিয়ে দিচ্ছে, এই ধরনের অন্য সকল পুরস্কারের ক্ষেত্রে এই সকল প্রতিভা উপেক্ষিত রয়ে যায় ।Конечно, в 2014 году Куарон и Любецки в очередной раз напомнили как Академии, так и любителям кино о потенциале и таланте кинорежиссеров по ту сторону границы с США - однако талант мексиканцев не всегда был оценен по достоинству.
12এটা বলা যাবে না যে, গোনজালেজ ইনারিটুর এই প্রথম অস্কারের মনোনয়ন প্রাপ্তি।Сказанное, безусловно, не означает, что Гонсалес Иньярриту - “новичок” в списке номинантов.
13“এল নেগ্রো” নামে পরিচিত গোনজালেজ ২০০৭ সালে বেবেল নামক চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কারের মনোনয়ন পান, তবে সেবার তিনি পুরস্কার জিততে পারেননি।В 2007 году режиссёр, также известный как “El Negro”, номинировался в категории “Лучшая режиссура” (за фильм “Вавилон”), но не получил награду.
14এদিকে লা পারকা বা পুনরাবির্ভাব নামক চলচ্চিত্র, যার প্রয়োজক সেন্ট্রো ডে ক্যাপাসিতাসিওন সিনেমাটোগ্রাফিকা, এসি, সেটি সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে।Своего претендента на премию выставляет и мексиканская школа кинематографии Centro de Capacitación Cinematográfica, A.C..
15এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের রচয়িতা এবং নির্দেশক গ্যাব্রিয়েল সেররা আরগুয়েলো।В номинации “Лучший документальный короткометражный фильм” будет представлена работа [анг] Габриэля Серра Аргуэльо “Жнец”, или La Parka.
16বার্ডম্যান বা গ্রাভিটির মত লা পার্কারও প্রযোজক মেক্সিকোর একটি প্রতিষ্ঠান, এদিকে এর আগেরটির নির্মাতা আন্তর্জাতিক এক প্রতিষ্ঠান।В отличие от “Бёрдмэна” и “Гравитации”, созданных международными корпорациями, “Жнец” - картина мексиканского производства.
17লা পারকার নির্মাতারা অস্কারে এর মনোনয়ন প্রাপ্তির বিষয়টিকে টুইটারে এভাবে ঘোষণা করে:О номинации на премию “Оскар” создатели фильма объявили в Twitter:
18এখানে আপনারা লা পারকার ট্রেলার দেখতে পারেন, যা সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অস্কারের মনোনয়ন লাভ করেছে, যার নির্মাতা সিসিসমেক্সিকো।Смотрите трейлер фильма #LaParka, номинированный на “Оскар” в категории “Лучший документальный короткометражный фильм”. Производство @CCCMexico https://t.co/7fWHohHJb3.
19নিকারাগুয়া থেকে নাগরিকরা এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতি তাদের সমর্থন প্রদর্শন করেছে:Работу Серра Аргуэльо поддерживают пользователи Twitter из Никарагуа:
20অভিনন্দন।Поздравляем #gabrielserra #Oscars2015 #LaParka!
21মার্টিন হার্নানদেজ যখন তার রেডিও অনুষ্ঠান “আসি লস কোসাস” প্রচার করছিল, তখন সে এই সংবাদ শুনতে পায় এবং আর এভাবে তার সহকর্মীরা তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করে:Мартин Эрнандес узнал о том, что номинирован на “Оскар”, в эфире собственной радиопередачи “Asi las cosas”. Коллеги Эрнандеса поделились новостью в Twitter:
22ডাব্লিউরেডিওমেক্সিকোর কক্ষ থেকে মার্টিন হার্নানদেজ, মেক্সিকোর চলচ্চিত্র বার্ডম্যান ২০১৫-এর অস্কার পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগের জন্য মনোনীত হয়েছে।#MartínHernández, радиоведущий на @WRADIOMexico, узнает о своей номинации на “Оскар”. #Birdman #Oscars2015 http://t.co/5WyhwWeDub
23ওসভাল্ডো সুয়ারেজ গোনজালেজ ইনারিটুর কাজের বিষয়ে মন্তব্য করেছে:Пользователь Освальдо Суарес положительно отозвался о творчестве Гонсалеса Иньярриту:
24আমি সবসময় গোনজালেজ ইনারিটুর কাজ পছন্দ করি, বিশেষ করে তার অসাধারণ চলচ্চিত্র “বার্ডম্যান”, দারুণ কাহিনী!!Мне всегда нравились фильмы Гонсалеса Иньярриту, особенно “Бёрдмэн”. Отличная работа!
25৮৭ তম বার্ষিক অস্কার পুরস্কার ২২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে।87-я церемония вручения премии “Оскар” состоится 22 февраля 2015 года в театре «Долби», Лос-Анджелес, Калифорния.
26অন্য কয়েকটি সফল চলচ্চিত্রের সাথে বার্ডম্যান প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে রয়েছে দি ইমিটেশন গেম, সেলমা (মার্টিন লুথার কিং জুনিয়র-এর কর্মকাণ্ডের উপর ভিত্তি করে নির্মিত) এবং দি থিউরি অফ এভরিথিং (অধ্যাপক স্টিফেন হকিন্স-এর জীবনীভিত্তিক এক বই -এর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র)। এছাড়াও রয়েছে দি গ্রান্ড বুদাপেস্ট হোটেল, বয়হুড, আমেরিকান স্নাইপার এবং হুইপল্যাশ -নামক চলচ্চিত্র।Помимо “Бёрдмэна”, на награду претендуют несколько других успешных в прокате фильмов, в том числе “Игра в имитацию”, “Сельма” (о деятельности Мартина Лютера Кинга) и “Теория всего” (по мотивам мемуаров Джейн Хокинг, жены физика Стивена Хокинга), а также “Отель “Гранд Будапешт”, “Отрочество”, “Снайпер” и “Одержимость”.
27হলিউড এন্ড হাইল্যান্ড সেন্টারে অবস্থিত ডলবি থিয়েটার, ছবি লেখক-এর।Театр “Долби”, Hollywood & Highland Center. Фото автора.
28এদিকে, সেরা পরিচালক পদে গোনজালেজ ইনারিটু প্রতিদ্বন্দ্বিতা করছেন আমেরিকার চলচ্চিত্র নির্মাতা যেমন ওয়েস এ্যান্ডারসন (দি গ্রান্ড বুদাপেস্ট হোটেল), রিচার্ড লিনকালেটার (বয়হুড),বেনেট মিলার (ফক্স ক্যাচার) এবং নরওয়ের পরিচালক মর্টেন টাইলেডম (দি ইমিটেশন গেম)-এর সাথে, আশা করা হচ্ছে যে ইনারিটু এবার এই পুরস্কার মেক্সিকোয় নিয়ে আনবে।Тем временем награду за лучшую режиссерскую работу у Гонсалеса Иньярриту будут оспаривать американцы Уэс Андерсон (“Отель “Гранд Будапешт”), Ричард Линклейтер (“Отрочество”), Беннетт Миллер (“Охотник на лис”), а также норвежец Мортен Тильдум (“Игра в имитацию”).
29তবে এমনটাও ধারণা করা হচ্ছে যে এটা মেক্সিকোর জন্য সহজ কোন প্রতিদ্বন্দ্বিতা হবে না।Ожидается, что борьба будет нелёгкой.