# | ben | rus |
---|
1 | সিরিয়া: জানুয়ারিতে১৮ জন সাংবাদিক নিহত | Сирия: 18 журналистов убито в январе |
2 | ২০১৩-এ বিশ্ব জুড়ে সংবাদপত্রের স্বাধীনতার সার্বিক পরিস্থিতি। | Индекс свободы прессы в 2013 году. |
3 | সূত্র: রিপোটার্স উইদাউট বর্ডার্স-এর ফেসবুকের পাতা | Источник: страница Reporters without Borders (Репортеры без границ) в Facebook. |
4 | সিরীয় সাংবাদিক সমিতি (এসজেএ) ফেসবুকে [আরবী ভাষায়] সংবাদ প্রদান করেছে যে, ২০১১ সালে শুরু হওয়া সিরীয় বিক্ষোভের পর ২০১৩-এর জানুয়ারী মাস ছিল সবচেয়ে বেশী সাংবাদিক নিহত হওয়ার মাস। এই পাতার সংবাদ অনুসারে: | В январе 2013 года было убито больше всего журналистов с момента начала протестов в Сирии в марте 2011 года, - сообщает Сирийская ассоциация журналистов (SJA) [ар] на своей странице в Facebook: |
5 | বিপ্লব শুরুর পর থেকে ২০১৩-এর জানুয়ারি মাস ছিল সাংবাদিক এবং প্রচার মাধ্যম একটিভিস্টদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস। | Январь стал самым опасным месяцем для журналистов и медиа активистов с начала вооруженного конфликта. |
6 | এসজেএ-এর সংবাদপত্র স্বাধীনতা সমিতি, এই মাসে ১৮ জন সাংবাদিকের হত্যার ঘটনা নথিভুক্ত করেছে। | Комитет SJA по свободе прессы располагает данными о 18 жертвах в январе 2013 года. |
7 | এতে মোট নিহত সাংবাদিকের সংখ্যা গিয়ে দাড়ালো ১২৭ জনে। | Это означает, что общее число убитых журналистов уже достигло 127 человек. |
8 | রিপোটার্স উইদাউট বর্ডারসের ২০১২ সালের সংবাদ অনুসার, সংবাদপত্র স্বাধীনতা সুচকে বিশ্বের ১৭৯টি দেশের মধ্যে সিরিয়ার অবস্থান ১৭৬ তম। | Согласно отчету организации Репортеры без границ [анг] за 2012 год, Сирия занимает 176 место из 179 в рейтинге свободы прессы. |
9 | একই সাথে দেশটির রাষ্ট্রপতি বাশার আল আসাদ বিশ্বের ৩৮ জন “ সংবাদপত্র স্বাধীনতা ঘাতকের” একজন বলে বিবেচিত। | Сирийский президент Башар Аль-Асад был также назван одним из 38 “врагов свободы прессы”. Перевод: Елена Демидова |