Sentence alignment for gv-ben-20130701-37166.xml (html) - gv-rus-20130531-22807.xml (html)

#benrus
1জাপানে কফি আর্ট এখন ত্রিমাত্রিক রূপেКофейное искусство Японии переходит к 3D
2জাপানে পছন্দের পানীয়ের তালিকায় সবসময়ই প্রথম সারিতে ছিল সবুজ চা। কিন্তু এখন?В стране, где любимым напитком остаётся зелёный чай, искусство украшения кофе в 3D завоёвывает сердца [анг] по чашке кофе с пенкой за раз.
3অবস্থা একটু পাল্টেছে। ফেনিল চায়ের কাপের ওপরে ত্রিমাত্রিক শিল্পকর্ম (থ্রি-ডি আর্ট) সবার হৃদয় জয় করে নিয়েছে।Всё больше и больше японских посетителей кафе, вдохновлённых популярными фотографиями из социальных сетей, на которых изображены фигурки из взбитого молока, показывающиеся из кофейного напитка, просят, чтобы их латте тоже украшали подобные произведения высокого искусства.
4সোশ্যাল মিডিয়ায় দুধ মিশানো ধোঁয়া ওঠা কফি'র ছবি দেখে জাপানিরা আরো বেশি করে ক্যাফেতে গিয়েই চাচ্ছেন ল্যাট্টে (latte) কফি, যার ওপরে শোভা পাচ্ছে বাহারি সব ত্রিমাত্রিক শিল্পকর্ম।
5জাপানে কফি মোটেও অপরিচিত নয়।Япония уже привыкла к кофе.
6অল জাপান কফি অ্যাসোসিয়েশন এক প্রতিবেদনে জানিয়েছে, কফি আমদানিকারী দেশের মধ্যে জাপান তৃতীয়।
7২০১০ সালে বিশ্ব ল্যাট্টে আর্ট চ্যাম্পিয়নশিপে জাপানের হারুনা মুরায়ামা বিজয়ী হয়েছিলেন।
8এই দ্বীপদেশে সাধারণ ল্যাট্টে শিল্পকর্ম ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।Японская ассоциация кофе сообщила [анг], что Япония является третьей страной по потреблению кофе среди стран-импортёров.
9টুইটারে ল্যাট্টে আর্ট লিখে সার্চ দিলেই ল্যাট্টে আর্টে বিশেষ অনেক ছবি পাওয়া যাবে।В 2010 году Харуна Мурайама [анг] из Японии выиграл Мировой чемпионат по искусству латте.
10এর কোনোটিতে হৃদয় আঁকা হয়েছে। কোনোটি আবার পাতার আকৃতি।Рисунки на латте уже популярны среди островной нации.
11আবার কোনোটি টেডি বিয়ার, কোনোটি জনপ্রিয় কোনো কার্টুন চরিত্র। ইন্টারনেটে অনুভূতি প্রকাশের আইকনও বাদ পড়েনি শিল্পকর্মের তালিকা থেকে।Поиск по словам “искусство латте” [яп] в Twitter выдаёт много фотографий особых порций латте с формами сердечек, листьев, медвежат, популярных персонажей аниме и даже иконок из сети Интернет.
12টোকিও'র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরের ভেন্ডিং মেশিনেও মিলবে এই শিল্পকর্ম।Автомат в токийском международном аэропорту даже подаёт капучино [яп] с лицом типичной японской женщины.
13এমনকি কিয়োটোর বিখ্যাত কসমেটিক কোম্পানি ইয়োজিয়ার ক্যাপুচিনো কফির সাথেও থাকবে জাপানের খুব পরিচিত চেহারার নারীর ছবি।
14ইউটিউব ব্যবহারকারী নাওতো সুগি একটি ভিডিও আপলোড করেছেন।Рисунок был разработан и производится известной косметической компанией Yojiya (Киото).
15তিনি সেখানে বর্ণনা করেছেন, কীভাবে চকলেট সিরাপের সাথে ল্যাট্টে কফিতে চরিত্রগুলো আঁকেন:Пользователь YouTube Ноуто Суги загрузил видео (ниже), объясняющее, как он нарисовал персонаж на кофе латте при помощи шоколадного сиропа:
16নতুন উচ্চতায়Стремясь к новым высотам
17কিন্তু বারিস্তাগুলো এই কফি শিল্পকর্মকে অনেক উচ্চতায় নিয়ে গেছে।Но баристы подняли феномен украшения кофе на новые высоты, используя 3D скульптуры из молочной пены.
18বিশেষ করে ফেনা দিয়ে ত্রিমাত্রিক ভাস্কর্য তৈরির মাধ্যমে।Искусство скульптур на латте в 3D, создано пользователем Twitter @george_10g: “Кот смотрит на золотую рыбку”.
19টুইটার ব্যবহারকারী @george_10g ত্রিমাত্রিক ল্যাট্টে আর্ট করেছেন: “বিড়াল সোনালি মাছ খুঁজছে।” কাজুকি ইয়ামামোতো (@george_10g) একজন ল্যাট্টে আর্ট মাস্টার।Казуки Йамамото (@george_10g), мастер по украшению латте, загрузивший свои работы в Twitter, написал в своём блоге, что он работает в Бельгийском доме пива в г.
20তিনি টুইটারে কিছু ছবি আপলোড করেছেন।Осака.
21তিনি তার ব্লগে ওসাকার বেলজিয়ান বিয়ার হাউজে কাজ করার কথা লিখেছেন।
22তিনি তার ল্যাট্টে আর্টকে “অবকাশকালীন কাপুচিনো” বলে উল্লেখ করেছেন।
23“অবকাশকালীন কাপুচিনো” বলতে তিনি একঘেয়েমি তাড়ানো অথবা সময় কাটানোর সময়কালীন সৃষ্টিকে বুঝিয়েছেন।
24অবশ্যই এর জন্য পরিশ্রম এবং কাজের প্রতি ভালোবাসার দরকার পড়ে। টুইটারে তিনি তার কফি'র শিল্পকর্মগুলোর আপলোড করে মন্তব্য করেছেন:Он называет своё искусство украшения латте “капучино свободного дня” [暇カプチーノ], занятием от скуки или избытка свободного времени; конечно, на это уходят немало труда, усилий и любви.
25@george_10g: ২০১১ সালে আমি ল্যাট্টে শিল্পকর্ম আঁকা শুরু করি।Однажды от написал в Twitter, вспоминая созданные им многочисленные работы на латте:
26২০১২ সালের মধ্যে আমি প্রায় ১ হাজার কফি কাপে শিল্পকর্ম এঁকে কফিপ্রেমিদের খাইয়েছি। আমার এখনও মনে আছে, কোথায়, কখন কি এঁকেছি এবং কাকে সেটা পরিবেশন করেছি।@george_10g: Я начал рисовать на латте в 2011 году, в 2012 году я нарисовал и подал около 1000 чашек, но каким-то образом я до сих пор помню, что и когда я рисовал, а также, кому я подал эту чашку.
27এটা খুবই শিরশিরে একটা অনুভূতি।Это немного пугает.
28টুইটার ব্যবহারকারী @petakopetako responded [ja] তার বিশেষত্বের প্রশংসা করে মন্তব্য করেছেন:Пользователь Twitter @petakopetako ответил [яп] на этот комментарий, похвалив его занятие:
29@petakopetako: আমি ছবি নিতে পছন্দ করি।@petakopetako: Мне нравится фотографировать.
30সাধারণত আমি কারো মুখের চেহারা মনে রাখতে পারি না।
31কিন্তু আমি যদি তাদের ছবি নিই, আমি তখন মনে করতে পারি ছবিটা কোথায় নিয়েছিলাম এবং তারা কি নিয়ে কথা বলছিল।Как правило, я плохо запоминаю лица людей, но, если я их сфотографирую, я смогу вспомнить, где это было и о чём они говорили.
32মানুষ আবেগের সাথে কোনো কাজ করলে, সেটা ভালো মনে রাখতে পারে।Многие люди лучше запоминают что-то, когда заняты любимым делом.
33জাপানের ক্যাফে এবং বারিস্তার মালিকেরা সোশ্যাল মিডিয়ায় থ্রি-ডি ল্যাট্টে আর্টের ছবি, মেনু সোশ্যাল মিডিয়ায় আপলোড করে।
34এই ছবিগুলো ব্যাপক শেয়ার হতে থাকে। এমনকি এক পর্যায়ে সেটা স্থানীয় টেলিভিশন এবং ম্যাগাজিনগুলোরও মনোযোগ কাড়ে।Японские владельцы кафе и баристы загружали в социальные сети фотографии своих секретных произведений искусства на кофе в 3D, не входящих в меню.
35আর এই প্রচারণার কল্যাণে অনেক নতুন গ্রাহক আসে কফি হাইজগুলোতে।Эти фотографии находились в свободном доступе и позже привлекли внимание местных радиовещательных компаний и журналов.
36ক্যাফে হাউজগুলোর মালিকদের চেষ্টা থাকে নতুন এই গ্রাহকদেরকে ধরে রাখতে।Известность привлекла столько новых клиентов, что владельцы стали пытаться соответствовать.
37শিজুকার ক্যাফে বার জিহানের মালিক তার ব্লগে ফেসবুকের প্রভাব সম্পর্কে লিখেছেন:Владелец кафе-бара Йинань в префектуре Сиздуока написал об эффекте в своём блоге [яп]:
38আমি ত্রিমাত্রিক ল্যাট্টে আর্ট সমৃদ্ধ কফি পরিবেশন শুরু করি আমার পুরোনো গ্রাহকদের চাপে।
39তারা প্রায়ই এসে আমার কাছে এই কফি চাইতো। আমি ফেসবুক পেজে ছবি আপলোড করেছিলাম জাস্ট মজা করার জন্য।Я начал подавать латте в 3D после того, как об этом меня попросил постоянный клиент.
40পরে আমি আশ্চর্য হয়ে গেলাম এতো বিপুল সংখ্যক মানুষের লাইক দেখে। এই ছবি এক পর্যায়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো।Я загрузил фотографию на страницу Facebook просто для развлечения и был очень удивлён, когда увидел, что огромному количеству людей понравилась эта фотография.
41স্থানীয় কয়েকটি মিডিয়া আমাদের কফি হাউজ নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশের আগ্রহ দেখালো।Она стала популярной и несколько информационных агентств написали, что хотят рассказать о нашем заведении.
42টোকিও'র টেলিভিশনে প্রদর্শিত হবে বলে আমি প্রথমে দ্বিধায় ভুগছিলাম!Я был немного смущён, когда меня попросили появиться на телевидении в Токио!
43ক্যাফে বার জিহানের ফেসবুক ছবি।Фотография в Facebook сделана caffe.bar.jihan.
44এসপ্রেসো কফি'র মধ্যে বিড়াল গোসল করছে।Кот принимает ванну с эспрессо.
45তিনি আরো লিখেন:Он также написал [яп]:
46কিটি বিড়ালের এই ল্যাট্টে আর্ট করতে অনেক সময় লাগে। তাই আমি অর্ডার নিতে হিমশিম খাচ্ছিলাম।Искусство создания котят на латте требует столько времени, что я не могу принимать заказы, когда мы заняты в кафе.
47এই পরিস্থিতিতে আমাকে বিপুল সংগ্রাম করতে হয়েছে।Я пытаюсь справиться с этой ситуацией.
48সপ্তাহের কাজের দিনগুলিতে ছ'টার পরেই দোকানে ভিড় কমে যায়। তাই আপনি যদি থ্রি-ডি আর্টের ল্যাট্টে কফি পেতে চান, তাহলে এই সময়টাতে আসুন।По крайней мере, кафе относительно не загружено после шести вечера в рабочие дни, поэтому, если вы хотите получить произведение искусства на латте в 3D, пожалуйста, приходите в это время.
49Email
50লিখেছেনAyako Yokota
51অনুবাদ করেছেন পান্থ রহমান রেজা (Pantha)@pantharahmanrez