# | ben | rus |
---|
1 | পোল্যান্ড: আউসউইৎজ শিবির থেকে ‘আরবাইট মাখট ফ্রাই’ নামের প্রতীক চিহ্ন চুরি হয়ে যাওয়া | Польша: Украдена надпись ‘Arbeit Macht Frei’ |
2 | আউসউইৎজ নির্যাতন শিবিরের প্রবেশ পথ, ছবি টেবেরটর১ এর ফ্লিকার পাতা থেকে নেওয়া। | Фото Тулио Берторини, взято из Wikipedia |
3 | গত শুক্রবার সকালে পোল্যান্ডের ক্রাকাও-নামক এলাকার কাছে প্রাক্তন নাৎসী মৃত্যু ক্যাম্প (বন্দী শিবির) আউসউইৎজের শিবিরের দরজায় লেখা “আরবাইট মাখট ফ্রাই” (কাজই সবাইকে মুক্ত করে) নামক প্রতীক চিহ্নটি চুরি হয়ে গেছে। | |
4 | এর মূল অংশটি প্রথম তৈরি করেন এই শিবিরের বন্দীরা [পোলিশ ভাষায়], যার নেতৃত্ব দেন জান লিয়াসজ এবং এই চিহ্নটিকে শিবিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা ও জাদুঘরের বৈশিষ্টপূর্ণ শিল্প বলে অভিহিত করা হত। | Утром в прошлую пятницу с ворот нацистского концентрационного лагеря в Аушвице, недалеко от Кракова была украдена надпись ‘Arbeit Macht Frei‘ (‘Работа делает свободным'). Она была сделана [пол.] |
5 | এর হারিয়ে যাওয়ার ঘটনা অনেকগুলো ধারণার জন্ম দেয় [পোলিশ ভাষায়], তবে একই সাথে পোলিশ সরকার, জাদুঘর কর্তৃপক্ষ, ইহুদি সম্প্রদায় এবং কিছু জনতা এই ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছে। | Польскими заключенными лагеря во главе с Яном Ливацем и считается одним из важнейших символов лагеря и артефактов музея. Исчезновение надписи вызвало много предположений [пол. |
6 | এই বিষয়ের প্রতি উৎসর্গীকৃত এমন এক ফোরাম বা সভায় ব্যবহারকারী লেসটাট বলেছেন [পোলিশ ভাষায়]: | ], а также серьезную реакцию Правительства Польши, руководства музея, еврейских организация и он-лайн общественности. |
7 | এখন তারা এক পোল নাগরিকের চরিত্র অঙ্কন করতে পারবে। তারা শীতে আক্রান্ত, কাজে তারা এক বোতল মদের জন্য প্রস্তুত। | При обсуждении этого вопроса на одном из форумов пользователь Lestat говорит [пол. ]: |
8 | এর জন্য তারা ভাঙ্গা লোহার টুকরা বিক্রি করে দেয়, যে টুকরা কেবল ঐতিহ্যগতভাবে তাদের সংস্কৃতির একটি অংশ নয়, একই সাথে তা যন্ত্রণা ও বীভৎস মৃত্যুর প্রতীক। মিশেল এই প্রশ্নের উত্তর দিচ্ছে। | Теперь у них будет образ поляка, который зимой за бутылку вина или любую другую ерунду готов продать надпись, которая является не просто культурным наследием, но также символом страданий и ужасной смерти. |
9 | এই ভয়াবহ চৌর্যকর্মের পরিণতি সে অনুভব করছে [পোলিশ ভাষায়]: | Отвечая, Mishel подчеркивает серьезность этого действия [пол]: |
10 | কে ভাবতে পারে যে, কেউ একজন এই রকম ভয়াবহ স্থান থেকে চুরি করতে পারে। যখন আমি অউসউইৎজ শিবিরের পাশ দিয়ে যাই, আমি ভয়ে শিউরে উঠি… যারা ওই জিনিসটি চুরি করেছে, তারা নিছক উন্মাদ। | Кто бы мог подумать, что кто-то может украсть из такого страшного места, где было убито столько людей. |
11 | কাজিমিয়েরজ মাসিয়েইয়েভস্কি সম্প্রতি তার ব্লগের এক আলোচনার সময় এই চৌর্যকর্ম নিয়ে যে আলোচনা হয়েছে সেটি যুক্ত করেছেন। | Когда я вижу лагерь Аушвиц, у меня мурашки по спине бегут… Те, кто украл, должно быть, не в себе. |
12 | এই আলোচনার বিষয় ছিল উন্মুক্ত স্থানে ক্যাথলিকদের ক্রস বা প্রতীক চিহ্ন ছড়িয়ে থাকা। উভয় বিষয় নিয়ে আলোচনার পরিমাণের তিনি তুলনা করে দেখিয়েছেন [পোলিশ ভাষায়:। | Казимир Мацижевски указывает в своем блоге на недавние споры по-поводу католических крестов в публичных местах, сравнивая количество дискуссий по обоим вопросам [пол. ]: |
13 | আমরা বলছি, তরুণ প্রজন্ম যেখানে শিক্ষা লাভ করছে, সেই সমস্ত এলাকা থেকে প্রতীক নিষিদ্ধ করা নিয়ে এক আলোচনার আমরা সাক্ষী। | Мы являемся свидетелями дискуссии о запрете символов в местах, где молодое поколение получает образование. |
14 | এদের মধ্যে সামান্য কয়েকজন ক্রস চিহ্নটি নিষিদ্ধ করার পক্ষে। | Лишь некоторые высказали свое мнение за запрет креста. |
15 | মার্কডি-র দাদি আউসউইৎইজ শিবিরে খুন হয়েছিল। তিনি তার ব্লগ পোস্টে এক ভিন্নমত পোষণ করেন [পোলিশ ভাষায়]: | MarkD, чья бабушка погибла в Аушвице, излагает в своем блоге другое мнение [пол. ]: |
16 | গরিব চোরদের রেল লাইন থেকে লোহা চুরি করার থেকে এই প্রতীক চিহ্ন চুরি করা ১০০০ গুণ কম গুরুত্বপূর্ণ। কারা এভাবে তাদের টিকে থাকার বিষয়টি নিশ্চিত করতে চায় এবং সেই বুড়ো লোকটির মত নিউমোনিয়া বাঁধাতে চায়, যে কি না রেললাইন ঠিক হবার অপেক্ষায় বসে থাকে। | Для меня эта надпись была в тысячу раз менее важной, нежели железнодорожный рельс, украденный нищим, который хотел бы таким образом поддержать свое существование и создал условия для заболевания пневмоний старого человека, сидящего и ждущего, когда железнодорожные пути отремонтируются. |
17 | আজ পুলিস জানিয়েছে যে এই ঘটনার তদন্ত শেষে পাঁচজন লোককে গ্রেফতার করা হয়েছে। | Сегодня полиция сообщила, что по результатам расследования было задержано 5 человек. |
18 | এই প্রতীক চিহ্নটি উদ্ধার করা হয়েছে বটে, কিন্তু ততদিনে এটিকে তিন টুকরায় পরিণত করে ফেলা হয়েছে। | Надпись была найдена, но она оказалась разрезанной на три части. |
19 | পুলিশের মুখপাত্র এই চুরির উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেছেন: | Говоря о мотивах преступления, представитель полиции сказал: |
20 | এই চুরির ঘটনার সকল দিকই পরীক্ষা করে দেখা হচ্ছে এবং একই সাথে আমরা যাচাই করে দেখছি এই ঘটনার সাথে ইহুদি বিদ্বেষী কেউ জড়িত কিনা […]। | Сейчас проверяются все возможные мотивы, также мы не исключаем антисемитские мотивы […] |
21 | পরে, বলা হয় এই শিল্প দ্রব্য চুরি করার সম্ভাব্য কারণ ছিল, এই বস্তু বিক্রি করে কিছু টাকা হাতানো। | Позже поступили предположения, что более возможной причиной совершения кражи было извлечение финансовой выгоды от продажи артефакта. |
22 | এটা পরিষ্কার নয় যে কি ভাবে এটা বিক্রি করে টাকা কামানো হয়েছে। | Однако не ясно, как именно преступники могли получить деньги. |
23 | দুই দিন আগে ডিগ এর মত এক পোলিশ সাইট একটি লিঙ্ক বা সংযোগ সাইটের কথা প্রকাশ করে। এই সাইট জানাচ্ছিল জাদুঘরকে সাহায্য করার জন্য এই প্রতীকের নকল কপি বিক্রি করা হচ্ছে: | Два дня назад, польский эквивалент Digg выложил ссылку на сайт, содержащий копии надписи, которые доступны для продажи в целях поддержания музея: |
24 | আউসউইৎজ-বিরকেনাউ স্মৃতি সংগ্রহশালা ও জাদুঘরে বর্তমানে অর্থ সংকট চলছে এবং তার সাহায্যের প্রয়োজন। | Музей и Мемориал Аушвиц-Биркенау находятся в состоянии финансового кризиса и нуждаются в поддержке. |
25 | আমাদের এ রকম এক চিন্তা ছিল যে প্রধান প্রবেশ পথে যে প্রতীক চিহ্নটি ছিল তার কিছু নকল কপি তৈরি করা, যাতে বিক্রির এই টাকা দিয়ে এই ঐতিহাসিক জাদুঘরে বিভিন্ন জিনিসপত্র লম্বা সময় ধরে সংরক্ষণ করা যায়। | |
26 | সকল কর্মকাণ্ড থেকে পাওয়া অর্থের ২০ শতাংশ পোল্যান্ডের ওসউইসিম-এর আউসউইৎসজ-বিরকেনাউ স্মৃতি সংগ্রহশালা এবং জাদুঘরে প্রদান করা হবে। | Чтобы помочь в сохранении этого исторического места, мы решили производить копии надписи, которая была украдена с главных ворот. |
27 | কাজেটান৮ এই লিঙ্ক বা সংযোগ-এর ব্যাপারে মন্তব্য করছে [পোলিশ ভাষায়]: | Двадцать процентов от выручки будут направлены Мемориалу Аушвиц-Виркенау и Музею Освенцим в Польше. |
28 | এটা এক অবিশ্বাস্য ব্যাপার যে তারা দ্রুত এর নকল তৈরি করে ফেলেছে। | Kajetan8 комментирует [пол. ]: |
29 | তারা বলছে, যদি কাউকে দোষ দিতে হয় তা হলে অজানা কাউকেই দোষ দেওয়া উচিত। | Странно, что они подготовили эти копии так быстро. |
30 | ৯০ ভাগ ক্ষেত্রে বলা যায়, সেই ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী, যে এই ঘটনা থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। তিনি সেই ব্যক্তি, যে এই কাজটি করেছেন। | Говорят, что, если виновный не найдет, то в 90% случаев это сделал тот, кто получил от этого больше всего выгод. |