Sentence alignment for gv-ben-20140520-43081.xml (html) - gv-rus-20140504-28993.xml (html)

#benrus
1আপনি যে চার উপায়ে #ফ্রিজোননাইনব্লগারস প্রচারাভিযানে যোগ দিতে পারেন4 способа помочь кампании #FreeZone9Bloggers Коллаж Zone 9 Tumblr.
2ইফাকাদু হাইলু, আবেল অয়াবেলা, আটনাফ বেরহানে, মাহলেত ফান্তাহুন, জেলালেম কিবরেট এবং নাটনাইল ফেলেকে (জোন নাইন ব্লগিং কালেক্টিভের সকল সদস্য) এবং সাংবাদিক আস্মামাউ হেলেজারিয়াস, তেস্ফালেম অয়ালদেস এবং ইদোম কাসিয়াকে গত ২৫ এবং ২৬ এপ্রিল, ২০১৪ তারিখে আদ্দিস আবাবায় গ্রেফতার করা হয়।
3মাকেলাউই আটক কেন্দ্রে তাঁদের আটক রাখা হয়েছে, যেখানে আইনি পরামর্শদাতাদের প্রবেশাধিকার নেই।
4এমনকি পরিবারের সঙ্গেও তাঁদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি।Изображения отобраны с zoneniner.tumblr.com.
5২০১২ সাল থেকেই জোন নাইন ব্লগিং কালেক্টিভ ইথিওপিয়ায় সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে নাগরিক সমাজের সংশ্লিষ্টতা বাড়ানো এবং এ বিষয়গুলোতে সমালোচনামূলক মন্তব্য করে আসছে।
6তাঁরা সংবাদপত্রের সহকর্মী সাংবাদিকদের পাশাপাশি কাজ করছেন, যারা তাঁদের কাজের মাধ্যমে একই ফলাফল চাইছেন।
7তাদের গ্রেফতার ও আটক রাখার মধ্য দিয়ে তাঁদের মত প্রকাশের সর্বজনীন মানবাধিকার এবং মানব এবং জনগণের অধিকারের আফ্রিকান সনদের ৬ নং ধারা দ্বারা সুরক্ষিত ইচ্ছামত আটক না থাকার তাঁদের অধিকারকে চরমভাবে লঙ্ঘন করা হয়েছে।
8গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় এবং আমাদের বন্ধু ও জোট নেটওয়ার্ক সেই নয় জন পুরুষ এবং মহিলার মুক্তির দাবি জানিয়েছে। এই প্রচারাভিযানে আপনি বা আপনার প্রতিষ্ঠান যেভাবে সহায়তা দিতে পারেন, তার চারটি উপায় এখানে রয়েছে:Бефекаду Хайлу, Абель Вабела, Атнаф Берахане, Манлет Фантахум, Зелалем Кибрет и Натнаэль Фелеке (все члены коллектива блогеров Zone 9) и журналисты Асмамау Хэилегеоргис, Тесфалем Уолдис и Эдом Кассей были арестованы 25 и 26 апреля 2014 года в Аддис-Абебе.
9১। চিঠি লিখুনঃ ইথিওপিয়ায় আপনার দেশের রাষ্ট্রদূতকে লিখুন। আপনি আফ্রিকান হলে, আপনার দেশের আফ্রিকান কমিশন অফিসে লিখুন।С тех пор их держат в изоляторе Maekelawi без доступа к адвокату.
10হাতে হাতে চিঠি প্রদান বিবেচনা করুন!Им не позволяют увидеться с семьями.
11২। ফ্রি জোন নাইন টাম্বলার এ আপনার ছবি এবং সমর্থন বার্তা যোগ করুন ৩। ব্লগারদের মুক্তির জন্য আহ্বান জানানো গ্লোবাল ভয়েসেস কমিউনিটি বিবৃতিতে স্বাক্ষর করুনС 2012 года коллектив блогеров Zone 9 работал для содействия гражданской активности и критическим комментариям о социальной и политической жизни Эфиопии, а коллеги-журналисты, со своей стороны, стремились к тому же через газетную работу.
12৪। কথাটি ছড়িয়ে দিন! এই প্রচারণা সম্পর্কে আপনার বন্ধু, পরিবার, এবং সহকর্মীদের সঙ্গে কথা বলুন - নিবন্ধ এবং লিঙ্ক শেয়ার করুন, নীতি নির্ধারকের কাছে যুগ্ম চিঠি প্রেরণে একসাথে কাজ করুন বা একটি জমায়েতের পরিকল্পনা করুন।Их арест и содержание под стражей являются нарушением основного права человека на свободу слова и их права не подвергаться произвольному аресту, что гарантировано 6 статьёй Африканской хартии прав человека и народов.
13জোন নাইন ব্লগারদের ঘটনাটি গ্লোবাল ভয়েসেস কভারেজ করছে। এ সম্পর্কিত কিছু পোস্টঃСообщество Global Voices и сеть наших друзей и союзников требует освобождения девяти мужчин и женщин.
14আফ্রিকান কমিশন, জাতিসংঘের বিশেষজ্ঞের কাছে জোন নাইন ব্লগারদের ব্যাপারে সমর্থন চাওয়া হয়েছে, ৩ মে, ২০১৪
15বিবৃতিঃ ইথিওপিয়ার নয় জন সাংবাদিকের মুক্তির দাবি গ্লোবাল ভয়েসেসের, ২ মে, ২০১৪
16নেটিজেন রিপোর্টঃ ইথিওপিয়ায় মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, ৩০ এপ্রিল, ২০১৪
17ইথিওপিয়ায় কালেকটিভ ব্লগিং এর ছয় জন সদস্য গ্রেপ্তার, ২৫ এপ্রিল,২০১৪