Sentence alignment for gv-ben-20121130-33295.xml (html) - gv-rus-20121207-20314.xml (html)

#benrus
1হোমসঃ ধবংসের মুখে সিরীয় বিপ্লবের এক শহরСирия: революционный город Хомс в руинах
2এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২ নিয়ে করা আমাদের বিশেষ প্রবন্ধের অংশ।Эта статья является частью нашей специальной рубрики Протесты в Сирии 2011/12.
3সিরিয়ার যে সমস্ত অনেক শহর এবং মফস্বল আজ সংবাদের শিরোনাম হচ্ছে, তার মধ্যে হোমস অন্যতম, যে শহরের পত্তন হয়েছিল খ্রিস্টের জন্মের ২৩০০ বছর পূর্বে।Древний исторический город Хомс - один из наиболее сильно затронутых войной городов Сирии.
4মাসের পর মাস জুড়ে বোমা বর্ষণের ফলে সৃষ্ট প্রচণ্ড ধ্বংসের চিহ্ন বিনষ্ট ঐতিহাসিক ভবন ও স্থাপত্য, শত শত উদ্বাস্তু নাগরিক এবং হাজার হাজার ব্যক্তির শহীদ হওয়ার মত ঘটনার মাঝে দৃশ্যমান হচ্ছে।В результате многомесячных обстрелов городу и его жителям был нанесен колоссальный урон: многие уникальные исторические здания и архитектурные ансамбли разрушены; тысячи людей убиты; сотни тысяч вынуждены стать беженцами.
5ইতিহাসে হোমসИсторическая ценность Хомса
6৪,৩০০ বছরের পুরোনো হোমস (খ্রিষ্টপূর্ব ২৩০০ সালে যেখানে প্রথম বসতি স্থাপন হয়) ঐতিহাসিকভাবে যে শহর এমেসা ( স্থানীয় সূর্যদেবের প্রতি শ্রদ্ধাশীল একদল ব্যক্তি ছিল যার বাসিন্দা) নামে পরিচিত ছিল, সেটি বর্তমানে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর এবং ব্রাজিলের বেলো হরিজোনটে শহরটি এই শহরের মত করে তৈরি করা।История Хомса (ранее называемого Эмеса) насчитывает более 4000 лет - первое поселение было основано здесь в 2300 г до н.э. Это третий по величине город Сирии; его город-побратим - Белу-Оризонти в Бразилии.
7হোমসের বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যেমন খালিদ ইবিন আল-ওয়ালিদ মসজিদ, ছাদের উপর বাজার, এবং এই শহরটি বেশ কিছু ঐতিহাসিক ঐতিহ্য সমৃদ্ধ এলাকা রয়েছে যেমন দি কারাক দে শেভেলিয়ার এবং সালাহ-এদ-দিন-এর দুর্গ, যা কিনা মধ্যযুগের তৈরি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত এক দুর্গ।В Хомсе есть масса достопримечательностей: традиционные крытые базары, исторические здания (например, мечеть Халид ибн аль-Валид [анг]) и объекты всемирного культурного наследия, такие как крепость Крак де Шевалье и цитадель Салах ад-Дина, относящаяся к числу ценнейших средневековых замков, сохранившихся до наших дней.
8খুব সামান্য সংখ্যক ব্যক্তি হয়ত জানে যে উম আল জেনার চার্চের সম্পত্তি দি হলি বেল্ট অফ সেন্ট মেরি নামক চার্চ পঞ্চম শতকে ছিল সেন্ট এলিয়ান চার্চের সম্পত্তি যেখানে উক্ত সাধুর সমাধি রয়েছে।Мало кому известно об уникальных церквях Хомса: в церкви Ум Аз-Зуннар [анг] хранится пояс Богородицы, а в церкви Св. Элиана [анг], построенной в V веке, находится также усыпальница самого святого.
9সিরিয়ায় হোমসের-এর ক্ষতিগ্রস্ত (উম আল জেনার) দি হলি বেল্ট-এর সেন্ট মেরি চার্চ।Ум Аз-Зуннар церковь пояса Святой Богородицы, поврежденная в результате обстрелов.
10সূত্রঃ আর্কায়েও লাইফ ব্লগ।Источник: Archaeo life Blog.
11ঐতিহাসিকভাবে হোমস মজার এবং বিচিত্র রহস্যের এক শহর।Исторически Хомс заслужил репутацию города забавных странностей и чудесных тайн.
12ডিসেম্বর ১২৬০ সালে হোমসের প্রথম যুদ্ধে হালাকু খান পরাজিত হয়েছিল।В декабре 1260 г войско монгольского правителя Хулагу было разбито в ходе первой битвы при Хомсе.
13সিরিয়া এবং প্রাচ্যের অন্য সব শহরের মত মোঙ্গলরা হোমাস শহরে প্রবেশ করেনি।Монголам так и не удалось войти в Хомс, хотя они завладели всеми другими городами Сирии и многими городами Востока.
14প্রবাদ আছে যে উচ্চ মাত্রায় পারদ থাকার কারণে হোমসের মাটিতে কাঁকড়াবিছা বেঁচে থাকতে পারে না।Существует миф, что из-за высокой концентрации ртути в местной почве в Хомсе совсем нет скорпионов.
15এই শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ওরেন্টাস নদী হচ্ছে সিরিয়ার একমাত্র নদী যা দক্ষিণপূর্ব দিক দিয়ে বয়ে যায়।Еще одна удивительная достопримечательность города - река Оронт; это единственная река, протекающая точно с юга на север.
16আবার বলা যায়, হোমস শহরের রাস্তাগুলো প্রায় ভিক্ষুকমুক্ত, যা মূলত কিছু ভালো মানুষের প্রচেষ্টা এবং এখানকার সম্প্রদায়ের কার্যকর সমাজ সেবার পরিচালনার কারণে সম্ভব হয়েছে।На улицах Хомса почти нет нищих, потому что местному сообществу удалось создать внутри себя очень эффективную систему социальной помощи.
17সিরিয়ার হোমস শহরের একটি দুষ্পাপ্য ভিডিও যা কিনা ইবন হোমস ইউটিবে শেয়ার করেছেন, যেখানে ১৮৮০ থেকে ১৯৫০ সালের বিভিন্ন ছবি প্রদর্শিত হয়েছে।В представленном ниже видео, выложенном на YouTube пользователем IBN HOMS, собраны уникальные фото Хомса в период с 1880 по 1950 гг. :
18হামলার মুখে হোমস।Хомс под обстрелом
19যদিও এই শহর সিরিয়াকে আত্তাসি পরিবার থেকে তিনজন রাষ্ট্রপতি প্রদান করেছে এবং এই শহর আসাদ-এর স্ত্রী ( আলখারাস) এর আদিবাস ছিল। হোমস হচ্ছে সিরিয়ার সেই সমস্ত নগরের মধ্যে প্রথম যার হাজার হাজার নাগরিক সিরিয়ার শাসকের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে রাস্তায় নেমে আসে।Хотя трое из сирийских президентов были уроженцами Хомса, и жена Ассада тоже родом из этого города, тысячи местных жителей одними из первых вышли на улицы в знак протеста против существующего режима.
20আর এরপর থেকে হুমকির মুখে থাকা সিরিয়ায় ঐতিহাসিক এলাকাসমূহ রক্ষার আহ্বান সত্ত্বেও মাসের পর মাস জুড়ে এই শহরে ক্রমাগত বোমা বর্ষণ করা হচ্ছে, যার মধ্যে বাব আল দারিবে নামক ঐতিহাসিক এলাকাও রয়েছে ।С тех пор город беспрестанно страдает от тяжелых обстрелов, несмотря на призыв спасти объекты уникального культурного наследия Сирии [анг]. Так, историческому кварталу Баб аль-Дреиб уже был нанесен огромный урон (фото на Фейсбуке).
21ইউটিউব ব্যবহারকারী সাইফ হুরিয়া ভেঙ্গে পড়া ভবন এবং জুরাত আলশিয়াহ এলাকার ব্যাপক ধ্বংসলীলার বিষয়ে সংবাদ প্রদান করেছেন [ইংরেজি ভাষায়।Пользователь YouTube Saif Hurria выложил видео, на котором видны массовые разрушения и разваленные дома в районе Джурат аль-Шиа:
22টাম্বলারে, সল্ট এন্ড ফিলফিল একটি ছবি পোস্ট করেছে, যে ছবিতে ১৯৩০ থেকে ২০১২-এর মাঝে জুরাত আলশিয়াহর কেন্দ্রীয় এলাকার তুলনা করা হয়েছে।Пользователь salt-and-filfil выложил на tumblr изображение, наглядно иллюстрирующее, как чудовищно гражданская война преобразила город:
23আসাদ শাসনের পূর্বে ১৯৩০ সালে হোমস শহর।Панорама г.
24আসাদ-এর শাসনামলে ২০১২ সালে হোমস শহরের অবস্থা।Хомс в 1930 и 2012 гг.
25সূত্রঃ টাম্বলারের সল্ট এন্ড ফিলফিল।Источник: salt-and-filfil on Tumblr.
26একই সাথে সিরিয়াঅস্ট্রেলিয়াটিভি ১১ অক্টোবর ২০১২-এ আলকাউসার-এর কেন্দ্রীয় এলাকা ধবংসের সংবাদ প্রদান করেছে ( ইংরেজিতে-এর সাবটাইটেল প্রদান করা হয়েছে )Пользователь SyriaAustraliaTv создал видеорепортаж о разрушении зданий квартала аль-Кусур 11 октября 2012 (английские субтитры):
27সিরিয়াঅস্ট্রেলিয়াটিভি নামক সেই একই ব্যবহারকারী অন্য আরেকটি ভিডিওতে ৭ অক্টোবর, ২০১২-এ একটি রকেট হামলায় সৃষ্ট ব্যাপক ধবংসের দৃশ্য তুলে ধরছে। শহীদ এবং উদ্বাস্তুSyriaAustraliaTv также поделился видео, иллюстрирующим колоссальный ущерб, нанесенный одним снарядом 7 октября 2012:
28শাম নিউজ নেটওয়ার্ক বা এস.Погибшие и беженцы
29এন. এন-এর এক সংবাদ অনুসারে হোমসের উপর সংঘঠিত হামলায়-এর ৭,২০৪ জন নাগরিক শহীদ হয়েছে এবং শহরটির বেশীরভাগ বাসিন্দা তাদের ঘর ছেড়ে পালিয়ে গেছে, সে সমস্ত ২০ লক্ষ নাগরিক উদ্বাস্তুতে পরিণত হয়েছে।Согласно новостному порталу Shaam News Network [ар], в Хомсе погибло 7 208 человек, а более 2 млн местных жителей были вынуждены покинуть свои дома и бежать из города.
30সিরিয়ার হাজার হাজার উদ্বাস্তু শিশু তীব্র শীতের মত এক ভয়াবহ হুমকির মুখে রয়েছে, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে শীত মৌসুম শুরু হয়েছে।На Ближний Восток опускается зима, оставляя тысячи сирийских детей-беженцев в крайне уязвимом положении, так как они не обеспечены надлежащей защитой от низких температур.
31সেফ দি চিলড্রেন নামক সংস্থা এই সমস্ত শিশুদের দেখাশোনায় সাহায্য করছে যারা:Организация Save the Children убедительно призывает всех оказать им необходимую поддержку:
32এই সমস্ত শিশুদের প্রয়োজনীয় মৌলিক চাহিদা, যেমন খাবার এবং কম্বল তারা সরবরাহ করছে এবং এই বেদনাদায়ক ঘটনা টিকে থাকতে সাহায্য করার তাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান পালন করছে।Необходимо обеспечить их едой и предметами первой необходимости, а также разработать специальные программы чтобы оказать им психологическую поддержку.
33তবে প্রতিদিন সংঘর্ষের তীব্রতা উত্তরোত্তর বাড়তে থাকায় প্রেক্ষাপটে উল্লেখযোগ্য সংখ্যক শিশু পালিয়ে যাচ্ছে এবং আমরা উদ্বাস্তু সমস্যার মুখোমুখি হয়েছি যা ক্রমশ আরো খারাপের দিকে গড়াচ্ছে।Но число детей-беженцев неуклонно растет, и мы находимся на пороге серьезного кризиса.
34দয়া করে আমাদের আজই দান করুন।Нам очень нужна ваша поддержка.
35এক সাথে মিলে আমরা সিরীয় আরো অনেক উদ্বাস্তু শিশু যে সমস্যার মাঝ দিয়ে যাচ্ছে তাদের তা মোকাবেলা করতে পারি, তাদের জীবনকে পুনরায় গড়তে পারি এবং এক নির্মম যুদ্ধের আতঙ্ক থেকে তাদের ফিরিয়ে আনতে পারি।Вместе мы сможем помочь сирийским детям справиться с пережитой трагедией и, оправившись от этой бесчеловечной войны, построить свои жизни заново. Эта статья является частью нашей специальной рубрики Протесты в Сирии 2011/12.