# | ben | rus |
---|
1 | অনলাইনে উগ্র মতবাদ ছড়ানোর অভিযোগে রাশিয়ায় প্রথমবারের মতো একজনের কারাদণ্ড | В России впервые вынесен реальный приговор за пропаганду экстремизма в соцсетях |
2 | রুনেট অঞ্চলে উগ্র মতবাদ ছড়ানোর অভিযোগে একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী কারাদণ্ডের সম্মুখীন হয়েছেন। | До нынешнего момента виновным в распространении экстремистских материалов в Сети не грозило лишение свободы. |
3 | এর আগে এ ধরনের অভিযোগে কারাদণ্ড হয়নি কারো। | |
4 | ছবি সম্পাদনা টেটিয়ানা লোকট। | Коллаж: Татьяна Локоть. |
5 | সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্র মতবাদ ছড়ানোর অভিযোগে রাশিয়ার আদালত প্রথমবারের মতো একজনকে কারাদণ্ড দিয়েছে। | Российский суд впервые приговорил пользователя соцсетей к заключению за «пропаганду экстремизма в социальных сетях». |
6 | এর আগে একই ধরনের অভিযোগে অভিযুক্তদের আর্থিক জরিমানা করা হতো। | До этого подобные обвинения оборачивались штрафом или условным наказанием. |
7 | কখনো সাজা দিলেও সেটা স্থগিত হয়ে যেত। | Житель Сургута Олег Новоженин был приговорен к одному году заключения в колонии-поселении. |
8 | সাইবেরিয়ার সুগাট শহরের একজন ইন্টারনেট ব্যবহারকারীর ক্ষেত্রে সাজা দেয়ার ঘটনা ঘটেছে। আর এই সাজার ফলে তাকে বন্দি শিবিরে একবছর থাকতে হবে। | Суд вынес реальный (не условный) приговор после того, как подсудимый был признан виновным в распространении «экстремистских материалов» в социальных сетях в соответствии со статьей 228 Уголовного Кодекса РФ. |
9 | সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্র মতবাদের জিনিসপত্র ছড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ার মিউনিসিপ্যাল আদালত রাশিয়ার অপরাধ আইনের ২৮২ ধারায় তার বিরুদ্ধে এই রায় দেয়। | По сообщениям СМИ, Новоженин ранее выкладывал в свободный доступ аудио- и видеофайлы, «пропагандировавшие» деятельность украинской националистической партии «Правый Сектор» (организация запрещена в России) и добровольческого батальона «Азов». |
10 | বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারকারী ওলিগ নভঝেনিন ইউক্রেনের জাতীয়বাদী সংগঠন রাইট সেক্টর এবং উগ্রপন্থী সংগঠন আজভ ভলেন্টিয়ার ব্যাটেলিয়ন-এর অডিও ও ভিডিও ফাইল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। | |
11 | উল্লেখ্য, রাশিয়া ইউক্রেনের জাতীয়বাদী সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। | Российским интернет-пользователям не в первый раз предъявляют обвинения в экстремистских преступлениях за их действия в Сети. |
12 | তবে এবারই কিন্তু প্রথম নয়, এর আগেও রাশিয়ায় উগ্র মতবাদ প্রচারের অভিযোগে ইন্টারনেট ব্যবহারকারীরা বিচারের সম্মুখীন হয়েছেন। | Обвинения в «подстрекательстве к совершению экстремистских действий» в сочетании с ужесточением ограничений на организацию публичных мероприятий и протестных акций могут доставить гражданам немало неприятностей. |
13 | উগ্র মতবাদকে উস্কে দেয়ার অভিযোগের সাথে সাথে বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা যেমন মিছিল, প্রতিবাদ সমাবেশ করার কারণেও বিচারের সম্মুখীন হয়েছেন। | Ретвит картинки, «расшаривание» поста «ВКонтакте» и даже антифашистский мультик про утенка Дональда Дака - каждая из этих безобидных вещей может стоить россиянину свободного доступа в Интернет. |
14 | কোনো একটি ছবি'র রিটুইট, ভিকনটাক্টেতে কোনো লেখার পুনর্মুদ্রণ, এমনকি ফ্যাসিবাদ বিরোধী ডোনাল্ড ডাক কার্টুনের কারণেও রাশিয়ার নাগরিকদের ইন্টারনেটে অবাধ প্রবেশিকার বাধাগ্রস্থ হতে পারে। | |
15 | ২৮২ ধারায় উগ্র মতবাদের বিষয়ে যে সংজ্ঞা দেয়া হয়েছে, তাতে বিষয়টি নিয়ে বেশ ধোঁয়াশা রয়ে গেছে। | Статья 282 УК РФ содержит весьма расплывчатое определение «пропаганды экстремизма» и широко используется в качестве инструмента цензуры. |
16 | ব্যাপকভাবে সেন্সরশিপ আরোপের জন্য অপরাধ আইনের এই ধারাটিকে ব্যবহার করা হচ্ছে। অন্যান্য নিয়ন্ত্রণমূলক আইনের সাথে এটি থাকার কারণে আদালতে এই ধরনের রায় এসেছে। | Как и другие репрессивные законы, данная статья УК приводила людей на скамью подсудимых, однако ранее в большинстве случаев суд ограничивался условным наказанием или штрафами. |
17 | তবে আগে বেশিরভাগ ক্ষেত্রেই কারাদণ্ডের ওপর স্থগিতাদেশ দিয়ে প্রশাসনিক ব্যবস্থা এবং আর্থিক জরিমানা করতো। | |
18 | কিন্তু এখন সুগাটের আদালত অনলাইনে উগ্রপন্থা ছড়ানোর অভিযোগে কারাদণ্ড দিয়ে একটি নজির স্থাপন করলো। | Нынешнее решение городского суда Сургута создало прецедент приговора к реальному сроку за «экстремистскую» деятельность в Сети. |