Sentence alignment for gv-ben-20121118-32912.xml (html) - gv-rus-20121118-20052.xml (html)

#benrus
1একটি পরিত্যক্ত ইয়েমেনী ইহুদি গ্রামের ধ্বংসাবশেষЙемен: руины заброшенной еврейской деревни
2ইয়েমেনী ব্লগার রুজ আলওয়াজির (@রুজ১২৯) বেইত বোওসে নামের একটি পরিত্যক্ত ইহুদি গ্রামে তাঁর সফরের কিছু বিস্ময়কর ছবি শেয়ার করেছেন। গ্রামটি পাথুরে পর্বতের উপর অবস্থিত এবং সানা থেকে সেখানে যেতে ১৫ মিনিট সময় লাগে।Йеменский блогер Руй Альвазир (@Rooj129) опубликовала прекрасные фотографии своего путешествия в заброшенную еврейскую деревню Бейт Бавс (Beit Baws), высоко расположенную на горе в 15 минутах от Саны.
3আলওয়াজির তাঁর ভ্রমণের কিছু টুকরো অংশ একটি স্লাইডশোর মাধ্যমে দেখিয়েছেন।На слайдах Альвазир показывает снимки с экскурсии.
4আমরা চৌদ্দজন একসাথে একটি আনন্দ ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং একটি সাদা ভ্যানে সবাই ব্যাগ গুছিয়ে নিয়ে রওনা হলাম।
5আমরা একটি পরিত্যক্ত ইহুদি অধ্যুষিত গ্রাম, বেইত বোওসে গিয়েছিলাম, যা পাথুরে পর্বতের উপর অবস্থিত এবং সানা থেকে সেখানে যেতে মাত্র ১৫ মিনিট সময় লাগে।Мы, четырнадцать друзей, сели в белый фургон и решили вместе поехать в заброшенную еврейскую деревню Beit Baws, расположенную на горе в 15 минутах от Сана.
6তাঁর শেয়ার করা ছবিগুলো থেকে দু'টি ছবি:Вот две фотографии из тех, которые она выложила:
7বেইত বাওস-পর্বতের উপর দন্ডায়মান।Бейт Бавс - Высоко в горах.
8ছবিটি তুলেছেন রুজ আলওয়াজির।Фото Руй Альвазир
9বেইত বাওস গ্রামে পর্বতটির ধারে খোদাই করা ঘরবাড়ি।Дома в горной части деревни Бейт Бавс.
10ছবিটি তুলেছেন রুজ আলওয়াজির।Фото Руй Альвазир
11১৯৪০ সালের শেষ দিকে ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের প্রথম বছর “অপারেশন ম্যাজিক্যাল কার্পেট” চলার সময় ইয়েমেনী ইহুদিদের অনেকেই দেশ ছেড়ে ইসরাইল চলে যায়। কেউ কেউ ইয়েমেনে থেকে গিয়েছিলো।Многие евреи из Йемена эмигрировали в Израиль во время операции “Волшебный ковер” в конце 40-х гг., первых лет существования еврейского государства.
12কিন্তু দুঃখের বিষয়, তাদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে । কারণ বেশীরভাগ ইহুদিরাই মুসলিম প্রগতিবাদীদের হুমকিতে দেশ ছেড়ে চলে যাচ্ছে।Некоторые решают остаться в Йемене, но число таких людей, к сожалению, постоянно уменьшается, поскольку многие уезжают из-за угроз радикальных исламистов.
13ইয়েমেনী ইহুদি সম্প্রদায়টি তাদের সংস্কৃতির বেশীরভাগই ইয়েমেনের উত্তর অংশে সংরক্ষণ করে রেখেছে। কারিগরির জন্য তাঁদের বেশ সুনাম রয়েছে এবং রূপার গহনা তৈরীতে তাঁরা সবচেয়ে দক্ষ।Община евреев Йемена сохранила свою культуру, по большей части, в северном регионе страны, евреи широко известны как ремесленники и лучшие мастера по работе с серебром.
14ওমরিশারাবির পোস্ট করা এই ভিডিওটিতে ইয়েমেনে তাদের জীবনযাপনের কিছুটা আভাস পাওয়া যাবে।В этом видео, опубликованном omrisharaby, показывает их жизнь в Йемене.
15ভিডিওটিতে যে গানগুলো রয়েছে তা বিখ্যাত শিল্পী মরহুম ওফরা হাজার। তিনি ছিলেন ইয়েমেনের ইহুদি বংশদ্ভূত।Песни исполняет известная, ныне покойная, певица Офра Хаза, которая происходила из семьи йеменских евреев.