Sentence alignment for gv-ben-20131006-39350.xml (html) - gv-rus-20131008-26090.xml (html)

#benrus
1ছবি: মিয়ানমারের অভ্যন্তরীণ জীবনФОТО: Взгляд на Мьянму изнутри
2মিয়ানমারের কলেজ গ্র্যাজুয়েটরা একটি বিউটি সেলুন থেকে বের হয়ে আসছে।Выпускницы выходят из салона красоты. Мейтхила, 2013
3পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী জিওফ্রে হিলার ১৯৮৭ সালে প্রথম বারের মতো মিয়ানমার সফর করেন; এবং সেদেশে তিনি কি ধরণের ভুতুড়ে ব্যাপার দেখেছেন তা লিখেছেন:Признанный фотограф Джеффри Хиллер впервые побывал в Мьянме в 1987 году, и его “преследовало” увиденное в этой стране:
4একটি ধর্মান্ধ ভ্রমণের পরে, পোড়ো যে সন্ন্যাসী ও বুদ্ধ মন্দিরগুলো ছিল সেগুলো ততটা ভৌতিক ছিল না।После безумной поездки меня преследовали не монахи и падоги, а лица бирманцев, разрисованные белым, часто улыбающиеся.
5কিন্তু সাদা দেয়ালে যে বার্মিজ মুখগুলো আঁকা ছিল, সেগুলো মাঝে মাঝেই যেন হাসছিল। আসলেই তাঁরা কে ছিল, সে সম্পর্কে আমি আরো বেশি খুঁজে বের করতে চেয়েছি।Я хотел узнать больше о том, какие они, страдающие от продажного правительства и международных санкций, на самом деле.
6একটি দুর্নীতিবাজ সরকার ও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের জন্য যে শাস্তি দেয়া হয়, তাঁর দ্বারা নানা ভাবে হয়রানির শিকার হয়েও আমি তাঁদের খুঁজে বের করতে চেয়েছিলাম।Потом он еще несколько раз возвращался в Мьянму и видел, какие перемены произошли в стране за последние годы: Я вернулся еще раз в 2013.
7সে সময়ের পরেও তিনি বেশ কয়েকবার মিয়ানমারে ফিরে গিয়েছেন এবং সাম্প্রতিক সময়ে দেশটিতে যে পরিবর্তনগুলো এসেছে তা তিনি খুব কাছ থেকে দেখেছেনঃ ২০১৩ সালেও আমি মিয়ানমারে ফিরে গিয়েছিলাম।Моя камера сфокусировалась на повседневной жизни, начиная с узких улочек колониальной столицы Янгон, заканчивая грязными рынками в Мандалайе, мусульманами в Мейтхиле, речной жизнью в Пантейне.
8আমি আমার ক্যামেরায় তাঁদের নিত্যকার জীবন ধারণ করে নিয়েছি।Облик Янгона, с новыми постройками и импортными машинами, уже не тот.
9ঔপনিবেশিক রাজধানী ইয়াঙ্গুনের আঁকড়া দিয়ে আবদ্ধ করা সড়কগুলো থেকে মান্দালয়ের নোংরা বাজার পর্যন্ত, মেইখটিলার মুসলিম সম্প্রদায় পর্যন্ত এবং পাথেইনের নদী কেন্দ্রিক জীবন পর্যন্ত আমার ক্যামেরায় বন্দী করেছি।С помощью проекта Kickstarter [анг] Хиллер планирует опубликовать книгу, в которую войдут его фотографии о жизни в Мьянме с 1987 года через призму последних исторических изменений.
10ইয়াঙ্গুনের চেহারা ইতোমধ্যে পরিবর্তন হয়ে গেছে।В книге “Бирма в процессе изменения” (анг.
11নির্মিত নতুন নতুন ভবন ও আমদানীকৃত নতুন নতুন গাড়ি দিয়ে শহরটি বদলে গেছে। তিনি কিকস্টারটার প্রকল্পের মাধ্যমে একটি বই প্রকাশের পরিকল্পনা করেছেন।Burma in Transition) также появятся фотографии Мейтхилы, где Хиллер побывал [анг] до начала массовых беспорядков [анг], охвативших город:
12এই প্রকল্পে ১৯৮৭ সাল থেকে সাম্প্রতিক ঐতিহাসিক অবস্থান্তর-প্রাপ্তির মাধ্যমে মিয়ানমারের অভ্যন্তরীণ জীবন সম্পর্কে তোলা তাঁর ছবিগুলো অন্তর্ভুক্ত থাকবে।Посетив этот тихий город, я с трудом могу поверить репортажам о драках, убийствах и сожженных домах.
13অবস্থান্তর-প্রাপ্তিতে বার্মা নামের বইটিতে মেইখটিলার ছবিগুলোও বিশেষভাবে দেখানো হবে। শহরটিতে দাঙ্গা ফুঁসে ওঠার আগে হিলার সেখানে গিয়েছিলেনঃЯ разговаривал с десятками жителей Мейтхилы, как с буддистами, так и с мусульманами, я и представить себе не мог такую жестокость.
14এই শান্তিপূর্ণ শহরটিতে আমার অভিজ্ঞতার পর মারামারি ও হত্যা এবং বাড়িঘর পুড়িয়ে দেয়ার খবরগুলো আমার কাছে রীতিমত অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল।Поддержать проект можно на сайте Kickstarter до 9 октября.
15আমি মেইখটিলার কয়েক ডজন অধিবাসীর সাথে কথা বলেছি।Далах, 2011
16তাঁদের মধ্যে বৌদ্ধ এবং মুসলিম উভয় সম্প্রদায়ের লোকই ছিল।Женщина, курящая манильскую сигару.
17এবং আমি কখনোই আন্দাজ করতে পারেনি, এ ধরনের নৃশংসতা আগ্নেয়গিরির মতো সবেগে বিদীর্ণ হবে।Мандалай, 1987 Дома в Янгоне, 2012
18বই প্রকল্পের অঙ্গীকার আগামী ৯ অক্টোবর পর্যন্ত কিকস্টার্টারের মাধ্যমে করা যাবে। দালাহ, ২০১১Молодой человек держит фотографию оппозиционного лидера Аун Сан Су Чжи и ее отца, генерала Аун Сан.
19বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি এবং তাঁর বাবা জেনারেল অং সান এর একটি ছবি ধরে আছেন।На пароме в Янгоне, 2012
20ইয়াঙ্গুন ফেরি, ২০১২। মিয়ানমারের কর্মরত মহিলা শ্রমিক।Работающие женщины в Мейтхиле, 2013
21*সবগুলো ছবি তুলেছেন জিওফ্রে হিলার*Все фотографии сделаны Джеффри Хиллером