# | ben | rus |
---|
1 | ইন্দোনেশিয়ায় নির্বাচনী প্রার্থীদের বিরুদ্ধে ‘অশোভন’ প্রচারাভিযানে শিশুদের ব্যবহারের অভিযোগ | Инденозийских кандидатов обвиняют в том, что дети посещают «неприличные» шоу |
2 | ইন্দোনেশিয়ার রাজনৈতিক দলগুলো এখন ২০১৪ সালের সংসদ নির্বাচনের জন্য প্রচারাভিযান চালাচ্ছে। | Все ссылки в статье ведут на сайты на индонезийском языке, если не отмечено особо. |
3 | তবে প্রচারাভিযান র্যালিগুলোতে শিশুদের এনে তাঁরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে মর্মে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। | Политические партии, участвующие в выборах в парламент Индонезии 2014 года, обвиняются [анг] в нарушении правил путём вовлечения детей в предвыборные митинги. |
4 | এই প্রচারাভিযানগুলো শুরু হয়েছে ১৬ মার্চ এবং শেষ হবে আগামী ৫ এপ্রিল। | Избирательная кампания стартовала 16 марта и кончится 5 апреля. |
5 | ইন্দোনেশিয়ায় দ্যাংদুত শিল্পী এবং পেশাদার আনন্দদানকারীদেরকে ব্যবহার করে প্রচারাভিযান চালানোর ধরনটি বেশ জনপ্রিয় হলেও বিতর্কিত। | Популярная, но спорная форма агитации - использование певцов и танцоров в стиле дангдут [рус]. |
6 | দ্যাংদুত হচ্ছে ইন্দোনেশিয়ার লোকসংগীতের একটি ধরণ। এতে হিন্দুস্তানি, মালয় এবং আরবি কন্ঠ্য এবং বাদ্যযন্ত্রের একটি মিশ্রণকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করা হয়। | Дангдут - это индонезийский народный жанр, берущий истоки в индийской, малайской и арабской музыке. |
7 | আজকাল কোমর চক্রাকারে দুলিয়ে দুলিয়ে এবং যৌন উত্তেজক কোমড় দোলানো নাচ সহকারে দ্যাংদুতের আধুনিক সংস্করণটি উপস্থাপন করা হয়। | В современных версиях дангдута также часто используются вращение бёдрами и тверкинг [рус]. |
8 | রাজনৈতিক খ্যাতি প্রত্যাশীরা প্রায়ই দ্যাংদুত শোভিত “মজার” মঞ্চে আনন্দ অনুভূতি প্রকাশ করে তাদের সমর্থকদের আকর্ষণ করার চেষ্টা করে থাকেন। | Политические кандидаты часто приглашают своих сторонников на «весёлые» этапы, поддерживаемые исполнителями дангдута. |
9 | অনেক নেটিজেন প্রচারাভিযান র্যালি চলা সময়ের দ্যাংদুত পরিবেশনার বিভিন্ন ছবি পোস্ট করেছেন। তারা ভিন্ন মত পোষণ করে বলেছেন, শিশুদের এসব নির্বাচনী কর্মকান্ড দেখা উচিৎ নয়ঃ | Многие интернет-пользователи публиковали фотографии с выступлений дангдут-артистов на предвыборных митингах, чтобы подтвердить своё мнение - дети это смотреть не должны: |
10 | শিশুদের সামনে পর্নোগ্রাফিক প্রচারাভিযান। | Порнографическая кампания перед детьми. |
11 | এই প্রচারাভিযানগুলো এভাবে হওয়াই উচিৎ নয়। আর সে কারণেই শিশুদের এসব প্রচারাভিযানে অংশগ্রহণ করা উচিৎ নয়। | Одна из причин, почему дети не должны участвовать в кампаниях, это не должно быть так. |
12 | সমগ্র দেশজুড়ে আইনসভার সাধারণ নির্বাচন কমিটি প্রবিধান (পিকেপিও) নং ১৫ (কে) ২০১৩ [মনো] অনুযায়ী, প্রচারাভিযান সমাবেশে অপ্রাপ্তবয়স্কদের অংশগ্রহণ নিষিদ্ধ। | По Правилу всеобщей избирательной комиссии (PKPU) № 15 (k) 2013 несовершеннолетним запрещено посещать предвыборные митинги. |
13 | এই নিষেধাজ্ঞা সত্ত্বেও সকল রাজনৈতিক দল সাম্প্রতিক সময়ে তাদের প্রচারাভিযান কর্মকান্ডগুলোতে শিশুদের ব্যবহার করছে। | Однако все политические партии сейчас позволяют детям присоединяться к агитационным мероприятиям. |
14 | শিশু সুরক্ষা কমিশনের (কেপিএআই) দেয়া তথ্য অনুযায়ী, প্রায় সবগুলো প্রচারাভিযান কর্মকান্ডেই শিশুদের অংশগ্রহণের খবর পাওয়া গেছে। | Согласно данным Комиссии по защите детей (KPAI), детей заметили почти на всех мероприятиях этой кампании. |
15 | এই খবরের প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলগুলো দাবি করেছে যে ইতোমধ্যে তারা তাদের সমর্থকদের প্রচারাভিযান র্যালিগুলোতে তাদের বাচ্চাদের না নিয়ে আসার অনুরোধ জানিয়েছে। কিন্তু এখনও অনেকে এই সাধারণ নির্দেশটি মানতে পারছেন না। | В ответ партии заявили, что уже советовали своим сторонникам не приносить детей на митинги, но многие из них не могут выполнить указание. |
16 | গোলকার পার্টির প্রচার সম্পাদক আবুরিজাল বাকরি বলেছেন, গোলকার পার্টির বেশিরভাগ সমর্থক তাদের বাচ্চাদের বাড়িতে রেখে আসতে পারছেন না। কারণ, তাদের বাড়িতে বাচ্চাদের দেখাশুনা করার মতো কোন লোক বা গৃহকর্মী নেই। | Абуризал Бакри, кандидат от партии Голкар, сказал, что большинство поддерживающих Голкар не могут оставить детей дома, потому что у них нет нянь или служанок. |
17 | আবার, জাস্টিস এন্ড প্রোস্পারিটি পার্টি (পিকেএস) জোর দিয়ে বলেছে, শিশুদের প্রচারাভিযান র্যালিগুলোতে নিয়ে আসাটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে বাল্য শিক্ষা প্রদানের একটি অংশ। | Между тем, Партия справедливости и благоденствия (PKS) утверждает, что привод детей на предвыборные митинги - это часть раннего образования в демократическом процессе [инд]. |
18 | কয়েকটি শহরে পিকেএস তাদের প্রচারাভিযান স্থলগুলোতে শিশুদের জন্য দিবা পরিচর্যা কেন্দ্র স্থাপন করেছে। | В некоторых городах PKS установила в местах проведения митингов детские центры. |
19 | এখানে একটি প্রচারাভিযান স্থলের দিবা পরিচর্যা কেন্দ্রে কয়েকটি শিশু খেলাধুলা করছে। | Здесь некоторые дети играют в агитационном детском центре. |
20 | ক্ষমতাসীন দল ড্যামোক্রেট এবং বিরোধী দল পিডিআইপি'কে যখন প্রচারাভিযান র্যালিতে শিশুদের উপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন উভয়ই এ বিষয়ে সম্মত হয়েছে যে নির্বাচন সম্পর্কিত কর্মকান্ডে শিশুদের অংশগ্রহণ কোন সমস্যা হিসেবে চিহ্নিত হওয়া উচিৎ নয়। | Когда вопрос о присутствии детей на митингах был задан правящей демократической партии и оппозиционной ИДП, обе согласились, что посещение детьми связанных с выборами событий не должно быть проблемой. |
21 | এদিকে, শিশু মনোরোগ বিশেষজ্ঞ সেতো মুলিওনো বলেছেন, যে সব পিতামাতা প্রচারাভিযান মৌসুমে তাদের বাচ্চাদের বাড়িতে একা রেখে যেতে পারেন না, সে সব পিতামাতার কোন র্যালিতে একেবারেই যাওয়া উচিৎ নয়। | Но вот детский психолог Сето Мулино говорит, что родители, которые не могут оставить детей дома во время предвыборной кампании, не должны ходить на митинги вообще. |
22 | এসব প্রচারাভিযান সভাতে অংশ নিলে বিনামূল্যে অনেক ধরনের জিনিসপত্র এবং অন্যান্য উপহার সামগ্রী পাওয়া যায়। দূর্ভাগ্যবশত, এসব কারনে সাধারণ কর্মী সমর্থকদের পক্ষে এগুলো এড়িয়ে যাওয়া অতোটা সহজ নয়। | К сожалению, для обычных сторонников партий всё не так просто, потому что предвыборный сезон синонимичен получению бесплатных товаров и других подарков, если посетить агитационную площадку. |
23 | বেশ মজার কৌতুক! | Как смешно! |
24 | আরটি @কমপাসকমঃ প্রচারাভিযানগুলোতে অংশ নিতে গিয়ে শিশুরা স্কুলে যাওয়া ছেড়ে দিচ্ছে। | RT @kompascom: Посещая кампании дети пропускают школу. |
25 | যদি মঞ্চ থেকে টাকা ছুড়ে দিয়ে লোকেদের মাঝে টাকা নেওয়ার জন্য মারামারি না বাঁধানো হতো, তবে প্রচারাভিযানগুলো আরও বেশি মর্যাদাপূর্ণ হয়ে উঠতো। | Кампании будут достойней, если на них люди не будут драться за деньги, брошенные со сцены. |
26 | প্রচারাভিযানের সময়ে শিশুদের হাতে নগদ অর্থ প্রদানের ঘোর নিন্দা জানিয়েছে শিশু সুরক্ষা কমিশন কেপিএআই। | Комиссия по защите детей (KPAI) осуждает денежные подачки детям на митингах. |
27 | “একটি প্রচারাভিযানে একটি শিশু” মেমে:- শিশুঃ মা, আমি শুধু স্পঞ্জি বব কার্টুন দেখতে চাই। | История “Ребёнок на кампании”: -Ребёнок: Я только хочу посмотреть Спанч Боба, мам. |
28 | -মাঃ আমি জানি, সোনা। | -Мама: Я знаю, детка. |
29 | কিন্তু তারা আমাদের বিনামূল্যে দুপুরের খাবার এবং সাথে হাত খরচ বাবদ কিছু টাকা দিবে। | |
30 | সুহার্তো ৩১ বছর ইন্দোনেশিয়া শাসন করেছেন। | Но они дают нам бесплатный обед и карманные деньги. |
31 | তাঁর পতনের এক বছর পর ১৯৯৯ সালে ইন্দোনেশিয়াতে প্রথম পূর্ণ গণতান্ত্রিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। @পিকেএস_ক্রিয়াটিফ থেকে *থাম্বনেইলটি ব্যবহার করা হয়েছে। | Первые по-настоящему всеобщие демократические выборы прошли в Индонезии в 1999 году, через год после падения Сухарто, который правил страной 31 год. |