# | ben | rus |
---|
1 | আরব বিশ্বঃ সালাফি বিব্রতকর মূহুর্ত | Арабский мир: насмешки над салафитами |
2 | লম্বা দাড়ি এবং সংক্ষিপ্ত পোশাকের (থোব) জন্য পরিচিত সালাফিস্টরা, যারা ইসলামের যথাযথ ব্যাখ্যা অনুসরণ করে চলে তাঁরা টুইটারে একটি নতুন হ্যাশ ট্যাগ #সালাফিঅকয়ারডমোমেন্টস এর অধীনে উপহাসের পাত্রে পরিণত হয়েছে। | Легко узнаваемые по своим длинным бородам и коротким одеяниям салафиты, которые следуют строгой интерпретации ислама, стали предметом насмешек в Twitter под хэш-тегом #SalafiAwkwardMoments (неловкие моменты салафитов). |
3 | তিউনিসিয়ার জাইন এল আবিদিন বেন আলি ও মিশরের হোসনি মোবারককে উচ্ছেদ এবং লিবিয়ার মুয়াম্মার আল গাদ্দাফিকে হত্যার অনুসরণে, সালাফিস্টরা, যারা গোপনে তাঁদের কার্যক্রম পরিচালনা করতো তাঁরা ধীরে ধীরে প্রসিদ্ধি লাভ করছে। তাঁরা সামাজিক জীবনে আরো সুস্পষ্টভাবে সামনে আসছে এবং বিভিন্ন বিষয়ে কথা বলা শুরু করেছে। | После свержения Зина аль-Абидина Бена Али в Тунисе, Хосни Мубарака в Египте и убийства Муамара Каддафи в Ливии салафиты, которые ранее действовали в подполье, заняли видное положение, становясь все более заметными на общественной арене. |
4 | এমনকি একজন সালাফি নেতা হাজেম আবু ইসমাইল মিশরের রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে তাঁর প্রার্থীতা বাতিল হওয়ার পূর্ব পর্যন্ত কিছু সময়ের জন্য হলেও লড়েছেন। তাঁর মা একজন মার্কিন নাগরিক ছিলেন বলে পরে তাঁর প্রার্থীতা বাতিল হয়ে যায়। | В Египте лидер салафитов Хазем Абу Исмаил даже баллотировался в президенты, но был почти сразу дисквалифицирован после того как выяснилось, что его мать была гражданкой США. |
5 | একটি চলচ্চিত্রের ট্রেলার মুক্তির পাবার পর তাঁরা লিবিয়া ও তিউনিসিয়ার মার্কিন দূতাবাসগুলোতে প্রচন্ড আক্রমণ চালায়। কারন চলচ্চিত্রটিতে মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এবং ইসলামের অবমাননা করা হয়েছে। | В Ливии и в Тунисе салафиты ворвались в посольства США после выхода трейлера фильма, который оскорбляет ислам и пророка Мухаммеда. |
6 | পশ্চিমারা যখন বিবেচনা করছে যে কিভাবে তাঁদের মোকাবিলা করবে, তখন চলুন দেখি টুইটারে কৌতুকপূর্ণ নেট নাগরিকেরা তাঁদের সম্পর্কে কি ভাবছেনঃ | Пока Запад размышляет [анг] о том, как бороться с салафитами, давайте посмотрим, как они высмеиваются в Twitter. |
7 | দ্যাট সালাফির হাতে রয়েছে অনেকগুলো কৌতুক। | У пользователя @ThatSalafi есть несколько шуток в запасе. |
8 | তিনি টুইট করেছেনঃ | Он пишет: |
9 | @দ্যাটসালাফিঃ যখন আপনি জানবেন যে আপনার নতুন বস একজন নারী #সালাফিঅকয়ারডমোমেন্টস | @ThatSalafi: Когда вы выясните, что ваш новый лидер женщина #SalafiAwkwardMoments |
10 | ৬ এপ্রিল, ২০১২ কায়রোর তাহরির স্কয়ারে মিশরের রাষ্ট্রপতি নির্বাচনে সাবেক প্রার্থী হাজেম আবু ইসমাইলের জন্য একটি র্যালী। | Митинг в поддержку бывшего кандидата в президенты Египта салафита Хазема Абу Исмаила на площади Тахрир в Каире 6 апреля 2012 года. |
11 | ছবিটি তুলেছেন জোনাথান রাসাদ এবং ফ্লিকরের অধীনে (সিসি বিওয়াই-এনসি-এসএ ২. ০) শেয়ার করেছেন। | Фото: Jonathan Rashad, flickr (CC BY-NC-SA 2.0) |
12 | @দ্যাটসালাফিঃ যখন আপনার থোবটি দলের সবার মধ্যে সবচেয়ে লম্বা #সালাফিঅকয়ারডমোমেন্টস | @ThatSalafi: Когда ваша одежда длиннее, чем у остальных #SalafiAwkwardMoments |
13 | @দ্যাটসালাফিঃ কীভাবে দাড়ি কাটতে হয় তা আপনার ছেলে যখন আপনাকে শেখাতে বলে #সালাফিঅকয়ারডমোমেন্টস | @ThatSalafi: Когда ваш сын просит научить его бриться #SalafiAwkwardMoments |
14 | @দ্যাটসালাফিঃ আমার চেয়েও বড় দাড়িওলা কোন গোঁড়া ইহুদিকে যদি আপনি দেখতে পান #সালাফিঅকয়ারডমোমেন্টস | @ThatSalafi: Только что видел одного ортодоксального еврея с бородой длиннее, чем у меня #SalafiAwkwardMoments |
15 | আলি জালাল ঠাট্টা করেছেনঃ | Али Галал усмехается: |
16 | @আলিক্যাচারঃ আপনি যখন ডিশে আপনার দাড়ি ভেজানোর স্যুপ ছাড়া আর কিছু পাচ্ছেন না। | @alycature: Когда вы не можете съесть суп, не замочив бороду. |
17 | #সালাফিঅকয়ারডমোমেন্টস | #SalafiAwkwardMoments |
18 | মিশরীয় সুপারওম্যান আরও লিখেছেনঃ | А Супер_Египет добавляет: |
19 | @সুপার_মিশরঃ যখন একজন সালাফিয়া আপনাকে “তুমি ঠিক আমার মতো সালাফি নও” এমন দৃষ্টিতে দেখে এবং আপনাকে শহীদের মর্যাদা বেছে নিতে বলে #সালাফিঅকয়ারডমোমেন্টস | @Super_Egypt: Когда салафит говорит, что ты недостаточно похож на салафита и предлагает выбрать мученичество #SalafiAwkwardMoments |