# | ben | rus |
---|
1 | বাহরাইন: জ নামক কারাগারের ভয়ঙ্কর পরিবেশ নিয়ে টুইট করা | Бахрейн: твиты об ужасных условиях тюрьмы Jaw Prison |
2 | এই প্রবন্ধটি বাহরাইন বিক্ষোভ ২০১১-এর বিষয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Эта статья является частью нашей специальной рубрики Протесты в Бахрейне 2011. |
3 | বাহরাইনের নেট নাগরিকরা অনলাইনে এক র্যালির আয়োজন করেছে, কেন্দ্রীয় জ নামক কারাগারে ভয়াবহ পরিবেশের প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য, যে কারাগার হচ্ছে অন্য কারাবন্দীদের সাথে গ্রেফতারকৃত রাজনৈতিক বন্দীদের আবাসস্থল। | Интернет-пользователи Бахрейна сплачиваются для того, чтобы привлечь внимание к ужасным условиям центральной тюрьмы Jaw Prison [тюрьма-челюсти], в которой, помимо прочих, содержатся политические заключенные. |
4 | বাহরাইনে, ১৪ ফেব্রুয়ারি, ২০১১-এর গণ বিক্ষোভের বিরুদ্ধে পরিচালিত অভিযানের পরে, সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে শত শত নাগরিককে গ্রেফতার করা হয়। এরপর তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং কারাদণ্ড প্রদান করা হয়। | Во время репрессивных мер, последовавших за восстанием 14 февраля 2011 года, сотни людей были арестованы, преданы суду и заключены в тюрьму за участие в антиправительственных протестах. |
5 | এই গ্রীষ্মে কারাগারে বন্দী অবস্থায় যারা যন্ত্রণার মধ্যে দিনাতিপাত করছে, তাদের পরিস্থিতি এবং তাদের যে সব অপমান সইতে হচ্ছে সেই বিষয়টি তুলে ধরার জন্য আইনজীবী রিমা খালাফ টুইটার ব্যবহার করছে। | Адвокат Рим Халаф использует Twitter, чтобы рассказать о той агонии, которую испытывают чахнущие в тюрьме люди этим летом, и о том, каким унижениям они предаются: |
6 | ভদ্রমহিলা টুইট করেছেন: | Она пишет: |
7 | @লইয়ারিমাখালাফ:বাহরাইনে আটকৃতদের জ নামক কারাগারে বন্দী করে রাখা হয়েছে, যেখানে সব সময় তাদের উপর নজর রাখা হয়। | @lawyerreemkhalaf: задержанные в Бахрейне содержатся в тюрьме Jaw Prison, где их проверяют каждый раз, когда их доставляют в суд. |
8 | আদালতে নিয়ে যাবার সময় তাদের সকল পোষাক অপসারণ করা হয় এবং তাদের গোপনাঙ্গ পরীক্ষা করে দেখা হয়। | Заключенные должны снимать всю одежду для проверки гениталий. |
9 | এর সাথে ভদ্রমহিলা যোগ করেছেন: | Она добавляет: |
10 | @লইয়ারিমাখালাফ:ওই সমস্ত আটকৃতরা জ নামক কারাগারে চার নাম্বার ভবনে বন্দী। তাদের নোংরা পানিতে জোর করে গোসল করতে বাধ্য করা হয়, বিশেষ করে যখন সেখানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে। | @lawyerreemkhalaf: В Бахрейне заключенных, содержащихся в 4-м корпусе тюрьмы Jaw Prison, заставляют мыться в обжигающей воде, температура которой превышает 50°С. |
11 | আরেকটি টুইটে, খালাফ লিখেছেন: | В другом твите Халаф подмечает: |
12 | @লইয়ারিমাখালাফ: বাহরাইনে যাদের কারাগারে প্রেরণ করা হয়েছে তাদের চার নম্বর ভবনে বন্দী করে রাখা হয়েছে, যেখানে পানের উপযুক্ত পানি নেই। | @lawyerreemkhalaf: В корпусе №4, где содержатся заключенные, задержанные в Бахрейне, нет пригодной для питья воды. |
13 | এবং তিনি সাথে আরো যুক্ত করেছেন: | И она продолжает: |
14 | @লইয়ারিমাখালাফ: এই সমস্ত আটককৃতদের জ কারাগারে রাখা হয়েছে, সেখানে একটি ভবনে শীতাতপ নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই। | @lawyerreemkhalaf: В одном корпусе тюрьмы Jaw Prison нет вентиляции воздуха. |
15 | কখনো কখনো এখানকার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। | Температура воздуха превышает там 50°С. |
16 | সাইয়েদ হাসান এর সাথে যুক্ত করেছে: | Саид Хассан добавляет: |
17 | @ওয়েলএক্সট: এই উত্তাপ আর গরম আবহাওয়ায় #বাহরাইনের রাজনৈতিক কারাবন্দীদের উপর চালানো গণ অত্যাচারের কথা স্মরণ করুন। | @WLEXT: Помню массовые пытки политических заключенных в Бахрейне при такой жаре. |
18 | আর জেনে রাখুন #জকারাগারে শীতাতপ নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই। | А в #JawPrison нет вентиляции воздуха. #JawPrison нет кондиционирования. |
19 | #জাওপ্রিজন_ইউদাআউট_এসি(জ কারাগারে শীতাতপ নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই) | Если хотите узнать большей, проверьте этот хештех [ар]. |
20 | আরো প্রতিক্রিয়ার জন্য এই হ্যাশট্যাগটি যাচাই করুন [আরবী ভাষায়] | Эта статья является частью нашей специальной рубрики Протесты в Бахрейне 2011. |