# | ben | rus |
---|
1 | ইয়েমেনঃ নারীরা তাদের অবগুণ্ঠন পুড়িয়ে ফেলেছে | Йемен: Женщины сжигают свои хиджабы |
2 | এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Эта статья является частью нашей специальной рубрики Протесты в Йемене 2011 [анг]. |
3 | ইয়েমেনে নারীর তাদের মুখের আচ্ছাদন অবগুণ্ঠন এবং মাথার কাপড় পুড়িয়ে ফেলেছে। | Сегодня йеменские женщины сожгли свои хиджабы. |
4 | ইয়েমেনের শাসকের নির্মমতা এবং তার চালানো হামলার নিন্দা জানানোর ক্ষেত্রে এক প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা এই কাজটি করে। শাসকের এবার এক রাতের মধ্যে সানা এবং তাইজে ২৫ জন নাগরিককে খুন করে, সম্প্রতি তারা নারীদের হামলার লক্ষ্যবস্তু করেছে। | Они сделали это в знак протеста против жестокости режима, в результате чего накануне вечером погибло 25 человек в Сане и Таизе, а также пострадали женщины. |
5 | এই আন্দোলন নিয়ে কেউ কেউ ভুল বুঝতে পারে, তবে এই বিক্ষোভ কোনভাবে নারী অধিকার কিংবা ইসলামের পর্দা প্রথার বিরুদ্ধে নয়। | Некоторые люди неверно истолковали протест, заявив, что он носит антиисламистский характер, и женщины борются за свои права. |
6 | এটা বিশেষ করে শাসকদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবার কাছে এক সাহায্যের জন্য এক করুন আবেদন। | Это не так. Протест - это призыв о помощи, призыв к режиму одуматься. |
7 | @সার্পোটইয়েমেন টুইট করেছে : | @SupportYemen пишет: |
8 | ইয়েমেনের নারীরা, শাসকের নির্মমতা এবং হামলার প্রতিবাদের তাদের অবগুণ্ঠন পুরিয়ে ফেলেছে। দেশটির শাসক বিশেষ করে নারীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে …… fb.me/AdNY5LTS | Женщины Йемена сожгли свои хиджабы в знак протеста против жестокости и преступлений режима, особенно, направленных против женщин… fb.me/AdNY5LTS |
9 | নীচের ভিডিওটি ইউটিউবে পোস্ট করেছে আইসেমেটিক। এই ভিডিওটি প্রদর্শন করছে যে সানার ৬০ নাম্বার সড়কে নারীরা জড়ো হয়েছে এবং তারা তাদের অবগুণ্ঠন পুড়িয়ে ফেলছে: | Следующее видео, выложенное EyesSemitic в YouTube, показывает женщин, собравшихся на 60й улице Саны, чтобы сжечь свои хиджабы: |
10 | ইয়েমেনের নারীরা, উপজাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি শক্তিশালী বিবৃতি প্রদান করেছে এবং তাদের কাছে অনুনয় করছে যে তারা যেন শাসকের এই নির্মম হামলার পরিসমাপ্তি ঘটানোর জন্য কিছু করে। (ভিডিও পোস্ট করেছে আইননিউজ১): | Йеменские женщины послали сильный стейтмент местным комьюнити и международному сообществу, чтобы положить конец насилию со стороны режима (видео выложено пользователем ainnews1): |
11 | @দোরি_ইরিয়ানি ইয়েমেনের নারীদের বার্তার মূল ভাবটি টুইট করেছে, যা এক প্রচারপত্রে বিতরণ করা হয়: | @Dory_Eryani написала в Твиттере основную часть послания, распространенного через лифлеты: |
12 | “স্বৈরাচারী সালেহ যে নির্মম গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রত্যক্ষদর্শী হবার কারণে আমরা বিশ্বের সমানে আমাদের অবগুণ্ঠন [ মাকারামা, সম্মানের প্রতীক] পুড়িয়ে ফেলছি।” | “Мы сжигаем нашу честь среди всего мира, который является свидетелем кровавых расправ, учиненных Салихом” #Yemen #burningveils |
13 | #ইয়েমেন#বার্নিংভেল উপজাতি ঐতিহ্য অনুসারে নারীদের অবগুণ্ঠন পোড়ানোর অর্থ হচ্ছে সাহায্যের জন্য আবেদন। | Согласно племенным традициям, сжигание женщиной своего головного убора является призывом о помощи. |
14 | ইয়েমেন হচ্ছে এক উপজাতি সমাজ এবং ইয়েমেনের সমাজে এবং ইসলাম ধর্মে নারীকে হত্যা করা এক কলঙ্কজনক বিষয়। | Общество Йемена состоит из племен, и убийство женщин является польшим позором как в Йемене, так и в исламской религии. |
15 | যার ফলে দেশটির উপজাতি সমাজ এবং বিশ্বের কাছে ইয়েমেনের নারীদের এটা পরিষ্কার এবং জোরালো বার্তা, যেন তারা বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় তারা যেন হস্তক্ষেপ করে। | Поэтому данная акция являлась ясным посланием йеменских женщин своим племенам и всему миру, чтобы те вмешались и остановили убийства протестующих. |
16 | @সামেরনাসের: | @SummerNasser: |
17 | আজ বিক্ষোভের সময় নারীরা তাদের অবগুণ্ঠন পুড়িয়ে ফেলেছে। | Сегодня во время протестов женщины жгли хиджабы. |
18 | অবগুণ্ঠন পুড়িয়ে ফেলার প্রতীকী অর্থ হচ্ছে তারা ইয়েমেনের উপজাতি সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে। | Это символизирует призыв о помощи. |
19 | #ইয়েমেন#ওয়াইএফ | #Yemen #yf |
20 | @জামজোমসিএনএন: | @JamjoomCNN: |
21 | নারীরা তাদের অবগুণ্ঠন পোড়াচ্ছে: উপজাতি সম্প্রদায়কে অবশ্যই বুঝতে হবে যদি তাদের নারীদের উপর হামলা চালানো হয় এবং এই ঘটনায় তারা যদি চুপ করে থাকে তাহলে তারা ইয়েমেনের নারীদের কাছ থেকে কোন শ্রদ্ধা লাভ করবে না। #ইয়েমেন | Женщины сжигают хиджабы: “Племена должны понять, что йеменские женщины не будут их уважать, если они будут молчать в то время, как их женщины подвергаются насилию” #Yemen |
22 | @মো_আলশারাফি টুইট করেছে, যদিও ইয়েমেনের নারীরা এক রক্ষনশীল সমাজে বাস করে, তারপরেও তারা বর্তমান বিপ্লবে সাহসিকতার এবং নেতৃত্বের এক উদাহরণ তৈরি করেছে, যা সকল ইয়েমেনী নাগরিককে গর্বিত করেছে: | Учитывая, что они живут в консервативном обществе, женщины Йемена показали смелость и лидерские качества, чем гордятся все жители Йемена. Об этом пишет @Mo_Alsharafi: |
23 | ইয়েমেনের নারীরা আসলেই বীর। | Женщины Йемена - настоящие героини. |
24 | #ইয়েমেনের নারী বিপ্লবীদের সকলকে ধন্যবাদ। | Спасибо за все, йеменские революционерки. |