Sentence alignment for gv-ben-20140329-42342.xml (html) - gv-rus-20140317-28447.xml (html)

#benrus
1ছবিঃ দক্ষিণ ফিলিপাইনসে পাখি পর্যবেক্ষনФото: Наблюдение за птицами на Южных Филиппинах
2পিয়েড ট্রিলিয়ার।[Все ссылки ведут на англоязычные страницы.]
3ছবি আর্নল্ড আলামন-এরLalage nigra [лат].
4ফিলিপাইনসের সাত হাজার দ্বীপপুঞ্জে প্রায় ৬০০ প্রজাতির পাখি রয়েছে, যার মানে হচ্ছে উড়ন্ত সুন্দর এই প্রাণীদের পর্যবেক্ষণের জন্য এখানে অজস্র সুযোগ রয়েছে।Фото Арнольда Аламона. В последние годы наблюдение за птицами стало больше, чем весёлым занятием, которым занимаются любители и учёные по всей стране.
5এছাড়াও যেহেতু দেশটি এশীয় প্রশান্ত মহাসাগর উড্ডীন এলাকায় অবস্থিত, তাই এখানে হাজার হাজার পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়।Любители птиц также активно выступают за защиту птичьих заповедников, помимо повышения осведомлённости о диких птицах страны.
6দুর্ভাগ্যজনক ভাবে, দ্রুত গতিতে বাড়তে থাকা উন্নয়নমূলক প্রকল্পের কারণে এখানকার পাখির আবাসস্থল হুমকির মুখে । . সাম্প্রতিক বছর সমুহে, পাখি পর্যবেক্ষণ এক আনন্দদায়ক কর্মকাণ্ডে পরিণত হয়েছে, দেশ জুড়ে শৌখিন ব্যক্তি এবং বিজ্ঞানীরা যার আয়োজক।Несколько недель назад филиппинский Клуб диких птиц успешно провёл птичий фестиваль в городе Замбоанга, расположенном на южном острове Минданао.
7পাখি পর্যবেক্ষণকারীরা একই সাথে সক্রিয়ভাবে দেশটির বন্য পাখিদের বিষয়ে সচেতনতা তৈরীর পাশাপাশি পাখির অভয়ারণ্য রক্ষায় সোচ্চার। কয়েক সপ্তাহ আগে, ফিলিপাইনসের ওয়াইল্ড বার্ড ক্লাব সফলভাবে জামবোয়াঙ্গা সিটিতে পাখি উৎসবের আয়োজন করে, যা মিন্দানাও দ্বীপের দক্ষিণে অবস্থিত।Замбоанга может иметь репутацию опасного города (он фигурировал в новостях в прошлом году, когда вооружённые повстанцы атаковали несколько деревень и похитили сотни жителей), но это дом для сотен видом птиц, включая перелётных, например, коричневогорлая ласточка.
8হয়ত বিপজ্জনক শহর হিসেবে জামবোয়াঙ্গার সুনাম রয়েছে (গত বছর অস্ত্রধারী বিদ্রোহীরা বেশ কয়েকটি গ্রামে হামলা চালায় এবং সাধারণ নাগরিকদের অপহরণ করে, গত বছরের এই বিষয়টি সংবাদে আলোচিত হয় ), কিন্তু এটি শত শত প্রজাতির পাখির আবাসস্থল, যার মধ্যে প্যাসিফিক বার্ন সোয়ালো নামক পরিযায়ী পাখিও অর্ন্তভুক্ত রয়েছে।
9এই উৎসবের অন্যতম আয়োজক মাইয়াবার্ড জামবোয়াঙ্গা-এলাকার দুর্লভ প্রজাতির কয়েকটি পাখি নিয়ে লিখেছে :Один из организаторов фестиваля, maiabird, написала о нескольких редких видах птиц из Замбоанги:
10পর্যবেক্ষণের সময় আমি সেখানে জীবনযাপনকারীদের খুঁজে পাই! সেখানে আমি প্রথম কালো পালকের বিশিষ্ট ইস্টার্ণ রীফ ইগ্রেট (এক ধরনের বক, যার কালো এবং সাদা দুটি প্রজাতি রয়েছে) দেখি!Я видела первый раз тёмную [прим. переводчика: у этого вида бывает два типа оперений - белое и тёмное] восточную рифовую цаплю!
11বেদনাদায়ক বিষয় হচ্ছে খোলা আকাশে উড়ে যাবার বদলে তারা ঘন ম্যানগ্রোভের জঙ্গলে গিয়ে লুকালো। কিন্তু এই এলাকা ছেড়ে উড়ে যাওয়ার সময় পুরো পাখিটার উপর ভালোভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম হই।К сожалению, она не двигалась по открытой местности, но летела в плотные мангровые заросли, чтобы спрятаться.
12কাজে, পাসোনানকেতে পাখি পর্যবেক্ষণ করে আমি চার ঘণ্টায় সেখানে জীবনযাপন করা তিনটাকে পেলাম।Но я хорошо рассмотрела всю птицу, пока она не выскользнула из виду.
13আমি একই সাথে আমি কয়েক দিন আগে এই এলাকায় পেঁচা দেখতে যাওয়ার সময় আমি মিন্দানাও হক আউল (শিকারে পেঁচা) এবং এভারেট্টার স্কুল আউল (নিম পেঁচা)-এর ডাক শুনতে পেলাম। পাসোনানকো ন্যাচারাল পার্ক পাখি পর্যবেক্ষণের জন্য দারুণ সুন্দর এক জায়গা।Я также смогла услышать Ninox spilocephala и Otus everetti, когда я участвовала в совиной поездке тоже в этой местности несколько дней назад.
14এই এলাকা এবং পাখির জীবন অবিশ্বাস্য (আর এই পথে হাঁটা খুব সহজ)।Pasonanca Natural Park - это замечательное место для наблюдения за птицами.
15এখানে আমি যে সময় অতিবাহিত করেছি, তা আসলে আমি উপভোগ পছন্দ করেছি।Место и жизнь птиц - восхитительны (и маршруты просты!)
16নিশ্চিতভাবে বলা যায় আমি সেখানে ফিরে যাব এবং বনের আরো অনেক কিছু আবিষ্কার করব।Мне, очень, очень понравилось время, которое я провела тут.
17এবং এছাড়া, আমি সেখানে দুবার সাদা টেইলবার্ডকে (এক প্রজাতির টুনটুনি) ডুব দিতে দেখছি। !Мы определённо вернёмся и проведём больше времени, исследуя другие места леса.
18ভদ্রমহিলা সেখানে গ্রেট ইগ্রেট নামক দুর্লভ পাখির বাসা দেখে রোমাঞ্চিত:И кроме того, я наткнулась здесь на белоухую портниху дважды!
19নিসন্দেহে, আমাদের ছুড়ে দেওয়া আবর্জনার পাত্র মাছদের বাসস্থান এই পুকুরে বাসা বানানো গ্রেট ইগ্রেট-এর আপনা আপনি মনোযোগ আকর্ষণ করেছে, যা পাখি পর্যবেক্ষণের জন্য এক গুরুত্বপূর্ণ এলাকা!
20সেখানে গ্রেট ইগ্রেটদের বাচ্চা জন্মানোর ঘটনা আরো গবেষণার জন্য দারুণ এক বিষয়!Она также была рада увидеть гнездо больших белых цапель, которое редко можно найти в стране.
21জামবোয়াঙ্গা পুকুরে একঝাঁক গ্রেট ইগ্রেট।Белые цапли около школьного пруда в Замбоанге.
22ছবি এঞ্জেলা কোলমেনারেস সাবিনো-এর।Фото Анджелы Колменарес-Сабино
23এ্যাঞ্জেলা, যিনি পাখি উৎসব আয়োজনের অন্যতম দায়িত্বে ছিলেন, তিনি ফেসবুকে ফিলিপাইনের সার্পেন্টে ঈগলের ভিডিও প্রদর্শন করেছে যে পাখিটিকে তিনি জামবোয়াঙ্গার ঘেরা জলের অংশে দেখেছেন।Анджела, одна из представителей птичьего фестиваля, поделилась в Фейсбуке видео с филиппинским хохлатым змееядом, которого она увидела в Замбоанге.
24এদিকে আর্নল্ড নামক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গিটাগাম এবং একই সাথে মিন্দানাও দ্বীপের পাখির ছবি আপলোড করেছে।Между тем, университетский профессор Арнольд Аламон загрузил фотографии птиц из Гитагума, с того же острова Минданао.
25গিটাগাম শহরটি হচ্ছে লাগুইনডিনগান-এর কাছের একটি এলাকা, উক্ত এলাকা নতুন এক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে।
26নিচে আর্নল্ড-এর ফেসবুকে পাতা থেকে নেওয়া পাখির ছবি তুলে ধরা হল : জলপাই পিঠ মৌটুসি।Гитагум находится рядом с Лагуиндинганом, местом нового международного аэропорта.
27ছবি আর্নল্ড আলামন-এর ছবি রবিন ম্যাগপাই (উদয়ী দোয়েল)।Ниже несколько фотографий со страницы Аламона в Фейсбуке:
28ছবি আর্নল্ড আলামনЖелтогорлая нектарница.
29ইয়োলো ভেনটেড বুলবুল (বিশেষ প্রজাতির বুলবুল)।Филиппинский шама-дрозд.
30ছবি আর্নল্ড আলামনЖелтобрюхий настоящий бюльбюль.
31কপারস্মিথবারবেট (সেকরা বসন্ত)।Красноголовый бородастик.
32ছবি আর্নল্ড আলামন-এরФилиппинская веерохвостка.
33পিয়েড ফানটেইল (ছাতিঘুরনী নামে প্রজাতির পাখি), ছবি আর্নল্ড আলামন-এর