Sentence alignment for gv-ben-20150119-46878.xml (html) - gv-rus-20150119-33972.xml (html)

#benrus
1কলম্বিয়ার নতুন ন্যূনতম মজুরী ন্যূনতম উদ্দীপনার সৃষ্টি করেছেМинимальный размер оплаты труда в Колумбии вызвал минимальный энтузиазм
2“প্লাটা (কলম্বিয়ার পেসো)”।«Plata (Pesos Colombianos)».
3ছবি মিশেল মারিয়ানির, ফ্লিকার সিসি ২. ০। বছর শেষে কলম্বিয়া তার ন্যূনতম মজুরী বৃদ্ধি করে থাকে।Фото со страницы Мишель Мариани на Flickr [Michele Mariani - ориг], CC 2.0.
4৩০ ডিসেম্বর ২০১৪ তারিখে দেশটির সরকার গত বছরের তুলনায় ৪.В конце каждого года Колумбия обновляет размер минимальной оплаты труда.
5৬ শতাংশ বাড়িয়ে এ বছরের ন্যূনতম বেতন ৬৪৪,৩৫০ কলম্বিয়ান পেসো (২৭৩ মার্কিন ডলার) নির্ধারণ করে।30 декабря 2014 года колумбийское правительство увеличило минимальный оклад на 4,6% - до 644,350 колумбийских песо (273 доллара США).
6এই ঘটনায় স্যোশাল মিডিয়ায় অনেকের হতাশা ধরা পড়েছে।Разочарование множества людей очевидно из социальных медиа.
7মুদ্রাস্ফীতি ক্রমশ বাড়তে থাকার ফলে নতুন বছর কর্মীদের ক্রয় ক্ষমতার সামান্যই বাড়বে, তবে এল কলোম্বিয়ানোর মতে, হাতে বাড়তি কিছু পেসো আসার ফলে তা হয়ত ২০১৫ সালে জিনিসপত্রের সম্ভাব্য দাম বাড়ার বিষয়টিকে সহনীয় মাত্রায় রাখবে।В связи с ростом инфляции, новый год не обещает особенного повышения покупательной способности рабочих, однако небольшая прибавка к зарплате сможет несколько смягчить повышение цен, ожидаемое в 2015, согласно El Colombiano.
8তবে, কলম্বিয়ার অনেক নাগরিকের কাছে সত্যিকারের সমস্যা হচ্ছে তাদের অর্থনৈতিক ক্ষমতা এবং জীবন যাত্রার মান বৃদ্ধি করা, সরকার যে সব বিষয় উন্নত করার প্রতিশ্রুতি প্রদান করেছে:Тем не менее, для многих колумбийцев проблемы расширения их экономических возможностей и повышения уровня жизни остаются не менее насущными, несмотря на обещание правительства их решить:
9যদিও জাতীয় সরকারের মতে কলম্বিয়ার অর্থনীতি ল্যাটিন আমেরিকার মধ্যে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে, সেক্ষেত্রে এই পরিমাণ ন্যূনতম মজুরী গ্রহণযোগ্য নয়।Если Колумбия, согласно правительству страны, является самой активно растущей экономикой Латинской Америки, то установленный минимальный оклад просто неприемлем.
10The Zona Jobs blog explains the জোনা জব ব্লগ ন্যূনতম মুজুরি নির্ধারণের প্রক্রিয়া ব্যাখ্যা করছে:@Teleantioquia Ресурс Zona Jobs blog объяснил процесс установления МРОТ:
11৩ ডিসেম্বর, ২০১৫ সালের বৈধ ন্যূনতম মজুরী নিয়ে আলোচনা শুরু হয়, নির্ধারিত তারিখে আলোচক কমিটি উপযুক্ত মজুরী নির্ধারণ নিয়ে আলোচনা শুরু করে।Переговоры в отношении минимального уровня заработной платы на 2015 год начнутся 3 декабря, комитет для обсуждений готов к соответствующим переговорам, начиная с установленной даты.
12এই কমিটিকে নেতৃত্ব প্রদান করে বর্তমান শ্রমমন্ত্রী লুইস এডোয়ার্ডো গারজন, যে ইতোমধ্যে ৫ ডিসেম্বর আলোচনা শুরুর তারিখ নির্ধারণ করে (এই চুক্তি নির্ধারণের দুইদিন পর)।Тот же комитет возглавит нынешний министр труда, Луис Эдуардо Гарзон [Luis Eduardo Garzón - ориг], который определил даты совещаний, начиная с 5 декабря.
13মালিক এবং শ্রমিক উভয় পক্ষের নিজ নিজ প্রতিনিধির বক্তব্য শোনা হয়, যারা তাদের নিজস্ব বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করে। এদিকে জাতীয় প্রশাসনিক পরিসংখ্যান বিভাগ (এনএডিএস) ৯ ডিসেম্বরে তার প্রস্তাব উপস্থাপন করে।Соответствующие презентации будут назначены для прослушивания предложений от работодателей и сотрудников, в то время как Национальный Административный Отдел Статистики [National Administrative Department of Statistics (NADS) - ориг] представит своё предложение 9 декабря.
14ন্যূনতম এই মজুরী বৃদ্ধিতে স্টেফা ভাসকেজ নিশ্চিত ভাবে প্রভাবিত হতে পারেনি:Стефа Васкез определённо не впечатлилась скачком минимального оклада:
15বেশ ভাই সকল … ন্যূনতম মজুরী খুবই ন্যূনতম পর্যায়ে রয়ে গেল……Да, ребята.. минимальный оклад и впрямь минимален….
16মজুরী বৃদ্ধির ক্ষেত্রে আলভারেজ গোনজালেজ-এর এক ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, সে উল্লেখ করছে যে দেশ জুড়ে ভিন্ন ভিন বাসিন্দার আয়ের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে।Алваро Гонзалес подошёл к оценке повышения зарплаты с другой стороны, отмечая разницу уровня заработка жителей страны.
17তুলনামূলক ভাবে বললে, কেউ কেউ প্রচুর বেতন পায়, সেখানে অন্য অনেকের কাজের মজুরী খুব সামান্য:Одни получают относительно много, в то время как работа других едва оплачивается:
18প্রথমে যদি তারা সর্বোচ্চ বেতন কাঠামো নির্ধারণ করতে পারে, তাহলে পরবর্তীতে ন্যূনতম মজুরির বিষয়ে একমত হওয়া সহজ হয়ে উঠবে।Если сначала будет ограничена максимальная заработная плата, тогда будет легче договориться о минимальной.
19হুয়ান গ্রিয়েফেনস্টাইন উল্লেখ করছে যে উত্তম অর্থনৈতিক নীতি গ্রহণের মাধ্যমে শান্তির সূচনা ঘটে:Хуан Грайффенштайн отметил, что ключ к мирному существованию - грамотная экономическая политика:
20ব্যবসায়ীরা যদি আমাদের বলে: আমি তোমাদের ন্যায্য এবং যথাযথ বেতন প্রদান করব।Скажите нам, бизмесмены: ваша зарплата будет справедливой и равноправной.
21তাহলে শান্তি বিরাজ করবে।Тогда будет мир.
22মার্কিন ডলার ব্যবহার করে নীচের এই সমস্ত বাক্যের মধ্যে দিয়ে গুস্তাভো বলিভার ২০১৪ ও ২০১৫-এর মাঝে ন্যূনতম মজুরির তুলনা করছে:В нижеизложенном твите Густаво Боливар сравнил минимальный оклад 2014 и 2015 годов в долларах США: Hace 1 año el Salario Mínimo era de 325 dólares.
23এক বছর আগে ন্যূনতম মজুরী ছিল ৩২৫ ডলার।Hoy está en 262 dólares, como en 2009.
24২০০৯ সালে তা ছিল ২৬২ ডলার, বর্তমানের এই মজুরী এই অঞ্চলের মধ্যে দ্বিতীয় সর্বনিম্নস্থ,কেবল মাত্র পেরুর ন্যূনতম মজুরী এর চেয়ে কম।El 2do peor de la zona. Solo en Perú pagan peor.
25এদিকে স্থানীয় এক সংবাদপত্রে ব্লগার জিভান্নি কর্ডোনা মন্টায়ো জিজ্ঞেস করেছে: কলম্বীয় শ্রমিকদের জন্য যে নূন্যতম মজুরী নির্ধারণ করা হয়েছে তা কি যথার্থ?- Gustavo Bolívar (@GustavoBolivar) January 7, 2015 Тем временем блогер Джованни Кардона Монтойя в местной газете задаёт вопрос: справедлив ли размер минимального оклада для колумбийских рабочих?
26সে যুক্তি প্রদান করছে:Он приводит следующий аргумент:
27কলম্বিয়ার বিশাল সংখ্যক শ্রমিক ন্যূনতম মজুরিতে কাজ করে (৫০ শতাংশ ), যার ফল জাতির বৃহত্তর স্বার্থে তা বৃদ্ধি করা প্রয়োজন।Минимальный размер оплаты труда - реальная зарплата большой части колумбийских рабочих (50%), а значит, её повышение должно быть делом государственной важности.