Sentence alignment for gv-ben-20120705-28408.xml (html) - gv-rus-20120704-15615.xml (html)

#benrus
1উগান্ডা: নীরবতার সংস্কৃতি ভেঙ্গে স্বাস্থ্য অধিকারে সোচ্চারУганда: хватит молчать о праве на здоровье
2উগান্ডাতে স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে হওয়ার কথা।Медицинские услуги в Уганде являются бесплатным.
3তবে জাতীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ওষুধ এবং স্বাস্থ্য কর্মীদের ধারাবাহিক ঘাটতি রয়েছে।Однако в государственных медицинских учреждениях чувствуется значительная нехватка лекарств и медицинского персонала.
4সম্প্রতি উন্নয়নের কঠিন চ্যালেঞ্জগুলোর সমাধান উদ্ঘাটনের ব্রত নিয়ে কাজ করা উন্নয়নের জন্যে ফলাফল নামের একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থার তৈরী একটি ভিডিও অনলাইনে মুক্তি পেয়েছে।Недавно в Интернете появилось видео, созданное международной некоммерческой организацией Results for Development, чьей миссией является решение трудных задач в области социального развития.
5উগাণ্ডাবাসীকে নীরবতা ভেঙ্গে তাদের স্বাস্থ্য অধিকারের নিয়ন্ত্রণ নিতে উৎসাহিত করার জন্যে এটা করা হয়েছে।Цель ролика - воодушевить жителей Уганды на нарушение молчания и начало контроля над реализацией своего права на здоровье.
6ভিডিওটি উপস্থাপন করে অস্কার আবেলো লিখেছেন:Во вступлении к видео Оскар Абелло пишет:
7উগান্ডা গত কয়েক বছর ধরে ঔষধের গণবিতরণ ব্যবস্থার “হার্ডওয়্যার (অবকাঠামো)” - কেন্দ্রীয় গুদাম এবং জনবলসহ বিভিন্ন বিতরণ কেন্দ্র - গড়ে তোলার মাধ্যমে অনেক দূর এগিয়েছে, তবে “সফ্টওয়্যার”টিই তেমন ঠিক নেই।Уганда за последние несколько лет сделала много для того, чтобы построить “аппаратное обеспечение” для системы по распространению лекарств - центральные склады и укомплектованные точки распространителей, но с “программным обеспечением” есть все еще некоторые проблемы.
8অনেক স্বাস্থ্য কেন্দ্রে চালানের মধ্যবর্তী সময়ে ২-৩ মাসের মধ্যে ওষুধ শেষ হয়ে যায়, অথচ কেন্দ্রীয় গুদামগুলোতে সরবরাহ উপচে পড়ে।Во многих медицинских учреждениях лекарств нет по 2-3 месяца, в то время как центральные склады полностью забиты.
9উগান্ডাতে বেশিরভাগ প্রত্যন্ত গ্রামে বসবাস করা দরিদ্রদের কাছে ঔষধ সরবরাহ সমস্যার কোন সংবাদ পৌঁছে না।Проблема с обеспечением медикаментами не нова для бедняков Уганды, многие из которых живут в отдаленных деревнях.
10কিছু একটা করতে পারে এমন সরকারী কর্মকর্তাদের কাছে সেই খবর পৌঁছে দেয়ার মতো খুব কম সংখ্যক চ্যানেল রয়েছে।Но нет достаточного количества каналов для передачи информации чиновникам, которые могут что-то предпринять.
11ভিডিওটিতে উগান্ডাতে অত্যাবশ্যকীয় ওষুধ ব্যবহারের সুযোগ বৃদ্ধিতে সহায়তাকারী স্বাস্থ্য ভোক্তা সংগঠন হেপস উগাণ্ডার ওষুধপত্র উপদেষ্টা ডেনিস কিবরিয়া বলেছেন:В видео Деннис Кибира, медицинский консультант HEPS Uganda (организации по охране здоровья, помогающей сделать основные медикаменты более доступными в Уганде) говорит:
12আমি এমন একটি দেশ দেখতে চাই যেখানে মানুষকে তারা প্রাপ্য সেবা পেতে ব্যর্থ হয়ে প্রাণ হারাতে না হয়।Я хочу видеть страну, в которой люди не умирают, потому что им не была оказана должная помощь.
13২০০৬ সালে স্বাস্থ্য খাতের তহবিল আত্মসাতের জড়িত অভিযোগে তিনজন মন্ত্রীকে তাদের পদ হারাতে হয়। তাদের মামলাগুলো আদালতে এখনো ঝুলছে।В 2006 году три министра были смещены со своих постов после того, как было обнародовано сообщение о том, что они участвовали в растрате средств сектора здравоохранения.
14জাতীয় রেফারেল হাসপাতালের মুলাগু হাসপাতালের মেঝেতে রোগীদের অবস্থান।Их дела все еще рассматриваются в суде.
15ছবিটির সৌজন্যে উইলিয়ামকিতুউকা.Пациенты на полу национального госпиталя Мулаго.
16ব্লগস্পট. কমФото взято с williamkituuka.blogspot.com
17ভিডিওটিতে হেপস উগান্ডা'র প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক রোজেট মুতাম্বি বলেছেন যে উগান্ডাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার কথা। তবে বর্তমানে ঘটনাটি তা নয়।Розетта Мутамби, основатеьница и исполнительный директор HEPS Uganda, говорит в видео, что медицинская помощь считается бесплатной в Уганде, но сейчас это не так.
18তিনি বলেছেন যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো তাদের ক্ষমতার চেয়ে বেশি কাজ করছে এবং স্বাস্থ্যকর্মীরাও বাড়তি কাজ করছে।Она добавляет, что центры здравоохранения переполнены, а медицинские работники работают на пределе возможностей.
19এছাড়াও উগান্ডার বিদ্যুৎ বিচ্ছিন্নতা বা লোড শেডিংয়ের অভিজ্ঞতা রয়েছে। যা কিছু কিছু ঔষধকে ঠাণ্ডা রাখার প্রয়োজন পড়া সার্বক্ষণিক জেনারেটর বিহীন এসব স্বাস্থ্য কেন্দ্রগুলোকে প্রভাবিত করছে।В Уганде также случаются перебои или отключение электричества, что влияет на больницы, поскольку у них нет аварийных генераторов, а некоторые лекарства нужно хранить в холодильниках.
20ঔষধ সংরক্ষণ এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সরবরাহের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জাতীয় মেডিকেল স্টোরের মহা ব্যবস্থাপক মোজেস কামাবারে'র মতে, তারা প্রতি দুই মাস অন্তর অন্তর সব জেলাতে একবার করে বিলি করেন।Согласно словам Мосеса Камабаре, генерального директора национальных аптек, организации, ответственной за доставку и хранение медикаментов в учреждения здравоохранения, одна поставка осуществляется каждые 2 месяца во все районы.
21তবে মাঠ পর্যায়ের একজন স্বাস্থ্যকর্মী বলছেন যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আসলে প্রতি তিন মাসে একবার ঔষধ পেয়ে থাকে।Но медицинские работники утверждает, что они получают лекарства раз в три месяца.
22উগান্ডার মেডিকেল স্টোরগুলো সবসময়ই পূর্ণ থাকে কিন্তু স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কোন ঔষধ থাকে না।В аптеках Уганды постоянно есть посетители, но в больницах нет лекарств.
23কিছু কিছু মানুষ ১০ কিলোমিটারের বেশি হেঁটে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যায় শুধু জানার জন্যে যে সেখানে ঔষধ নেই।Некоторым приходится пройти больше 10 километров только затем, чтобы узнать, что лекарств нет.
24বহু মানুষের জন্যে এই অভিজ্ঞতাটি হৃদয়বিদারক এবং এটা তাদেরকে আবার কেন্দ্রগুলোতে ফিরে আসতে এবং চিকিৎসা সেবা চাইতে নিরুৎসাহিত করে।Такие случаи убивают надежду во многих людях и мешают тому, чтобы люди возвращались в центры за медицинской помощью.
25উগান্ডাতে স্বাস্থ্যসেবার উন্নতি ঘটাতে আরো অনেক কিছু করা প্রয়োজন: দ্রুততর, অধিক ঘনঘন পরিষেবা প্রদান, অর্থায়ন বৃদ্ধি, আরো বেশি স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকর্মীদের উচ্চতর বেতন এবং কেন্দ্রগুলোর জন্যে যন্ত্রপাতি সংগ্রহ।Для того, чтобы улучшить здравоохранение в Уганде, нужно сделать многое: обеспечить более быстрые, более частые поставки, увеличить финансирование, построить больше больниц, повысить зарплаты медицинским работникам и оснастить центры оборудованием.
26এছাড়াও একটি চ্যালেঞ্জ হলো ডাক্তারদের ঘাটতি, আবার তাদের কেউ কেউ প্রাইভেট ক্লিনিকের জন্যে ঔষধ চুরি করেন বলে অভিযোগ রয়েছে।Также существует проблема нехватки докторов. Утверждается, что многие врачи воруют медикаменты для своих частных клиник.
27তবে এখনো বড় প্রশ্নটি হলো, এই ভিডিওটি কী শেষ পর্যন্ত উগাণ্ডাবাসীর নীরবতা ভাঙ্গতে উৎসাহিত করবে?Но все еще остается вопрос, подтолкнет ли это видео жителей Уганды к тому, чтобы нарушить молчание.