# | ben | rus |
---|
1 | ইরানে আংশিকভাবে বিবিসির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার | Иран смягчил запрет относительно BBC |
2 | বিবিসি ফার্সি ইরানের অভ্যন্তরে কাজ করতে না পারলেও এটি সে দেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম। স্টুয়ার্ট পিনফোল্ডের তোলা ছবি। | BBC Persian - один из популярных источников информации в Иране, который, однако, не может вещать внутри страны. |
3 | ফ্লিকর থেকে নেয়া এবং সিসি বিওয়াই-এনসি-এনিডি ২ দশমিক ০ লাইসেন্স এর আওতায় ব্যবহৃত। | Фото Стюарда Пинфолда (Stuard Pinfold) (Flickr CC BY-NC-ND 2.0) |
4 | ইরানের অভ্যন্তরে বিবিসি কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া সম্পর্কে সংস্কৃতি ও ইসলামী পথ নির্দেশন মন্ত্রণালয়ের দেয়া ঘোষণাটি ইরানের তাসনিম সংবাদ সংস্থা প্রকাশ করেছে। | Иранское информационное агентство Tasnim сообщило о заявлении Министерства культуры и исламской ориентации об отмене запрета трансляций BBC внутри страны. |
5 | ইরানের দেশীয় এবং বিদেশী প্রেস প্রবিধান এই মন্ত্রণালয়টি নিয়ন্ত্রণ করে থাকে। | Министерство несёт ответственность как за внутренние, так и за международные средства массовой информации. |
6 | তাসনিম সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র খবরটি জানিয়েছেন। | Об этой новости стало известно из интервью, которое дал представитель министерства. |
7 | সাক্ষাৎকারে তাঁরা ঘোষণা করেন, শীঘ্রই বিবিসি ওয়ার্ল্ড বিশেষভাবে সংবাদ সংগ্রহ করে প্রতিবেদনের জন্য নেদারল্যান্ডের বংশোদ্ভূত বিবিসি সাংবাদিকদের একটি দল সে দেশে প্রবেশ করবে। মুখপাত্র আরও ঘোষণা করেছেন যে সিদ্ধান্তটি দেশের গোয়েন্দা ও পুলিশ বাহিনী সঙ্গে আলোচনা করে নেয়া হয়েছে। | В интервью он заявил, что скоро в страну прибудет группа журналистов BBC из Нидерландов, также он сообщил, что это решение было принято совместно с разведывательной и полицейской службами. |
8 | অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) কে দেয়া আরেকটি সাক্ষাৎকারে মন্ত্রনালয় থেকে পরবর্তিতে স্পষ্টভাবে জানান হয়েছে যে শুধুমাত্র বিবিসি ওয়ার্ল্ড এর বিশেষ সংবাদ সংগ্রহের জন্য এই পরিবর্তন সাময়িকভাবে স্থায়ী হবে। | Позже министерство сообщило в интервью с Associated Press (AP) [анг], что изменения носят временный характер только относительно специальных репортажей BBC World. |
9 | এ বিষয়ে বিবিসি এপি'কে বলেছে, তাঁরা ইরান সরকারের নতুন সিদ্ধান্তের ব্যাপারে এখনও কিছু শোনেনি। | Представитель BBC также сказал AP, что в компании не слышали о новом решении иранского правительства. |
10 | ইরানিদের অনেকের কাছে দেশের ভেতরে বিবিসি ফার্সি একটি জনপ্রিয় স্যাটেলাইট এবং অনলাইন সংবাদ উৎস। | BBC Persian - популярный спутниковый [анг] и интернет-источник новостей для многих иранцев внутри страны. |
11 | উল্লেখ্য, ২০০৯ সালের সবুজ বিপ্লবের সময় বিবিসির বিরুদ্ধে দেশটিতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ এনে কর্তৃপক্ষ তখন থেকে ইরানের অভ্যন্তরে বিবিসি ফার্সি সেবার কার্যক্রম বন্ধ করে দেয়। | Служба BBC Persian был заблокирован в 2009 году, после обвинения властью в разжигании беспорядков во время «Зелёного движения». |
12 | বিবিসি ফার্সি ও ইংরেজি উভয় ওয়েবসাইটই ইরানের ভিতরে বন্ধ করে দেওয়া হয়েছে। | Также в Иране были заблокированы интернет-страницы BBC Persian и BBC English. |
13 | বিবিসি ফার্সি অনলাইন ২০০৬ সালে সর্বপ্রথম বন্ধ করা হয়েছিল এবং তখন থেকে অবৈধ উপগ্রহের মাধ্যমে ইরানে এর সম্প্রচার দেখানো হচ্ছিল। | Впервые BBC Persian Online был заблокирован в 2006 году, и его трансляция велась на нелегально. Переводчик: Анастасия Старостина |