# | ben | rus |
---|
1 | ইউক্রেন: স্টারবাকস, সামাজিক প্রচার মাধ্যম বিপণন এবং “ভাষা সমস্যা” | Украина: Starbucks, маркетинг в социальных сетях и “языковая проблема” |
2 | গত মাসে, এক ইউক্রেনের স্টারবাকসের এক ভূয়া ফেসবুক পাতা ইউক্রেনের ইন্টারনেট জগতে এক কেলেঙ্কারির সৃষ্টি করে। | В прошлом месяце ненастоящая страница Starbucks Ukraine в Фейсбуке стала причиной скандала в украинском интернете. |
3 | স্টারবাকস হচ্ছে জনপ্রিয় এক কফি এবং কফিখানা, যার বিশ্বের বিভিন্ন দেশে শাখা রয়েছে। সাথে সাথে জনপ্রিয় হয়ে ওঠা এই ফেসবুকের পাতার এডমিনিস্ট্রেটর ইউক্রেনের বাজারে এই কোম্পানীর প্রবেশের কথা ঘোষণা করে। | Администраторы резко набравшей популярность страницы объявили, что международная сеть кофеен Starbucks объявила о предположительном выходе на украинский рынок, а затем опубликовали заметку, которая показалась оскорбительной многим пользователям украинского интернета. |
4 | পরে এই পাতায় একটি লেখা পোস্ট করে, ইউক্রেনের অনেকে নেট নাগরিক এই লেখার ভাষাকে আক্রমণাত্মক বলে মনে করছেন। | |
5 | ওয়াচার. | |
6 | কম. ইউএ উক্ত লেখার একটি কপি সরবরাহ করেছেন [রুশ ভাষায়]: | Копия заметки приводится сайтом Watcher.com.ua: |
7 | প্রিয় স্টারবাকস ইউক্রেনের সমর্থকরা! | Уважаемые поклонники Starbucks Ukraine! |
8 | এই পাতার এডমিনিস্ট্রেটর সকল লেখা রুশ ভাষায় প্রকাশিত হবে কারণ এই পাতার বেশীর ভাগ সমর্থক (সাবস্ক্রাইবার) রুশভাষী। | Страничка будет вестись на русском языке только потому, что большинство наших подписчиков - русскоязычные. |
9 | আমরা আসলে কোন ভাবে ইউক্রেনের নাগরিকদের আহত করতে চাই না। এই ব্রান্ডের সমর্থকদের ভাষায় কথা বলা অথবা এক সংঘর্ষের প্ররোচনা তৈরি করা। | Мы ни в коем случае не хотим обидеть украиноязычных поклонников бренда или спровоцировать этим конфликт. |
10 | আপনি যে কোন ভাষায় এই পাতায় লেখা পোস্ট করতে পারেন, এমনকি সোওয়াহিলি ভাষাতেও। | Высказываться на стене вы можете хоть на суахили. |
11 | স্টারবাকস হচ্ছে একটি আন্তর্জাতিক কোম্পানী- আমরা বিশ্বের সকল ভাষা অনুধাবন করতে সক্ষম। | Starbucks - международная компания, мы понимаем любой язык. |
12 | আপনার দিনটি সুন্দর কাটুক! | Хорошего дня! |
13 | ফেসবুকের ক্ষুব্ধ ব্যবহারকারীদের শত শত নেতিবাচক মন্তব্য এবং আবেদনে এই পাতা ভরে গেছে। | Разгневанные пользователи Фейсбук оставили на странице сотни злобных комментариев и обращений. |
14 | টিভির উপস্থাপক ওলেকজান্ডার জিনচেঙ্কো এখানে এ রকম একটি আবেদন করেছেন [রুশ ভাষায়]: | Вот одно из таких обращений [анг], оставленное телеведущим Олександром Зинченко: |
15 | প্রিয় মহাশয়/ মহাশয়া | Уважаемый господин/госпожа, |
16 | আমার আবেদন স্টারবাক ইউক্রেন অফিসের প্রতি ( আমি জানি না, এটি রাশিয়ার অফিসের সাথে যুক্ত নাকি এর অফিস আলাদা)। স্টারবাকস ইউক্রেনের ফেসবুকের পাতার সকল তথ্য রুশ ভাষায় প্রদান করা হয়েছে। | Мое обращение относится к украинскому офису (не знаю, единый ли или раздельный офис у компании в России и Украине). |
17 | সেখানে এই বলে সকল লেখা রুশ ভাষায় প্রকাশ করা হয়েছে যে ইউক্রেনের সকল নাগরিক রুশ ভাষা বোঝে এবং তাদের জন্য এ সব তথ্যকে ইউক্রেনের নিজস্ব ভাষায় অনুবাদ করার দরকার নেই, এ ছাড়া এখানে এ রকম এক নিন্দাসূচক মন্তব্য করা হয়েছে যে: এমনকি যদি কেউ রুশ ভাষা ব্যবহার করতে না চায়, তাহলে সে তার অভিযোগ সোওয়াহিলি ভাষায়ও করতে পারে- আমরা কোন কিছুই পরোয়া করিনা। | Фейсбук-страница Starbucks Ukraine велась на русском языке под предлогом того, что все ее читатели понимают этот язык, и им не требуется перевода на официальный украинский язык. Кроме того, в данной связи был опубликован оскорбительный комментарий о том, что если пользователи не хотят использовать русский, можно писать свои жалобы даже на суахили - администраторам все равно. |
18 | অন্য নেট নাগরিকরাও এই ঘটনায় ক্ষুব্ধ | Другие пользователи интернета также были недовольны. |
19 | টুইটার ব্যবহারকারী @পভনাটোরবা লিখেছেন [ইউক্রেনীয় ভাষায়]: | Пользователь Твиттера @povnatorba написал [анг]: Украинофобия в Старбакс Украина |
20 | স্টারবাক ইউক্রেন এখন ইউক্রেন আতঙ্কে ভুগছে http://povnatorba.com/ukrajinofoby-v-starbucks-ukraine/ | http://povnatorba.com/ukrajinofoby-v-starbucks-ukraine/ |
21 | শীঘ্রই ফেসবুক থেকে এই পাতা সরিয়ে ফেলা হয়। | Вскоре администрация Фейсбук заблокировала страницу. |
22 | যুক্তরাষ্ট্রে স্টারবাক অফিস নিশ্চিত করেছে যে এটা আসলে ছিল একটা ভূয়া পাতা। তবে ব্লগোরিডার. | Американский офис Starbucks подтвердил, что в действительности эта страница была ненастоящей. |
23 | অর্গ. ইউএ [ইউক্রেনীয় ভাষায়]-এর লেখক শেরহি পিসোকোভৎসির বিশ্লেষণ অনুসারে [ইউক্রেনীয় ভাষায়] ইউক্রেনে এই বিষয় অতি সাধারণ যে অতি পরিচিত বিদেশী ব্র্যান্ডগুলো সামাজিক প্রচার মাধ্যমে তাদের একাউন্ট রুশ ভাষায় পরিচালিত করে থাকে। | Несмотря на это, данные анализа [укр] Сергия Пищковция, опубликованного на Blogoreader.org.ua, показывают, что украинские и иностранные бренды зачастую представлены в социальных сетях именно на русском языке. |
24 | তার এই তালিকা [ ইউক্রেন, রুশ এবং ইংরেজী ভাষায়] পরিস্থিতিকে তুলে ধরছে: | Таблица ниже иллюстрирует [укр, рус, анг] сложившуюся ситуацию: |
25 | পিসোকোভৎসি লিখেছে [ইউক্রেনীয় ভাষায়]: | Пищковций пишет [укр]: |
26 | আমি এই বিষয়টি উপলব্ধি করতে পারি যে হয়ত ব্যবসা করার ক্ষেত্রে ( অথবা নিশ্চিত ভাবেই নয়) সবকিছু প্রতিনিধিত্বশীল নয়- কোম্পানীর ব্যবসা করার ক্ষেত্র এবং পরিমাপ অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন। | Я понимаю, что выборка компаний может не быть (или даже не является) репрезентативной - компании представляют разные сферы деятельности и размеров. |
27 | তবে তথাকথিত “ভাষার এই বিষয়টি” আমাদের চোখ খুলে দিয়েছে: মাত্র তিনটি কোম্পানী সনি এরিকসন, ম্যাকডোনাল্ড এবং পেপসি, তাদের সামাজিক প্রচার মাধ্যমের একাউন্ট [ তাদের কর্মকাণ্ড এবং তথ্যাদি] বিশেষভাবে ইউক্রেনীয় ভাষায় পরিচলনা করে থাকে। | Однако, она указывает нам на так называемый “языковой вопрос”: только три компании - Sony Ericsson, McDonald's и Pepsi ведут свои страницы исключительно на украинском. |
28 | এখানে কৌতূহলের বিষয় হচ্ছে, এদের কেউ এখনো ইউক্রেনে নিজস্ব অফিস চালু করেনি। | Интересно, что ни одна из них не является украинской компанией. |
29 | পিসোকোভৎসি উপসংহার টেনেছে এভাবে [ইউক্রেনীয় ভাষায়] যে মনে হচ্ছে না রুশোফোন সামাজিক প্রচার মাধ্যম ( রুশোফোন সোশাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম) একাউন্ট একাই ইউক্রেনীয় ভাষার ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সমস্যার সৃষ্টি করছে। | Пищковский приходит к выводу [укр], что маркетинг в социальных сетях исключительно на русском языке не настраивает против себя украинскую интернет-аудиторию. |
30 | তবে, নিঃসন্দেহে, যে ভাষায় তারা তাদের কর্মকাণ্ড তুলে ধরছে, সে ভাষা যদি জোরালো ভাবে নিজেই নিজেকে না তুলে ধরে, সেটাই হবে সবচেয়ে বড় সমস্যা। | Кроме тех случаев, когда языком, на котором они ведутся, агрессивно хвалятся. |