Sentence alignment for gv-ben-20150527-48770.xml (html) - gv-rus-20150521-37576.xml (html)

#benrus
1আফগানী র‍্যাপশিল্পী বাল্যবিবাহ বিষয়ে গান গেয়ে বাল্যবিবাহ করা থেকে নিষ্কৃতি পায়Афганская исполнительница рэпа запела, чтобы избежать насильственного брака
2আফগানী র‍্যাপশিল্পী সোনিটা আলীজাদেহ ‘বিক্রয়ের জন্য বধূ' শীর্ষক গানটি লিখে ১৪বছর বয়েসে জোর করে বিয়ে করার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে যায়।Сонита Ализаде, исполнительница рэпа из Афганистана, чудом избежала насильственного брака, написав в 14 лет песню “Невесты на продажу”.
3সম্পতি সে ক্যালিফর্নিয়ার পশ্চিম ওকল্যাণ্ড পরিদর্শন করে খুবই অবাক হয়েছে যে ইরান ও আফগানিস্তানের মতো আমেরিকাতেও দরিদ্র এলাকা ও গৃহহীন মানুষ আছে।Недавно она посетила кварталы Западного Окленда (Калифорния) и была крайне удивлена тому факту, что в Штатах, как в Иране и Афганистане, существуют бедные кварталы и живет много бездомных.
4শুকা কালান্তারির সৌজন্যে।Фотография: Шука Калантари.
5পিআরআই-এর অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে।Публикуется с разрешения PRI (Public Radio International).
6দ্যা ওয়ার্ল্ড এর জন্য শুকা কালান্তারি লেখা এই প্রবন্ধ ও বেতার প্রতিবেদন সর্বপ্রথম ২০১৫ সালের মে মাসের ১২ তারিখে পিআরআই.Радиорепортаж Шука Калантари [анг] для передачи The World, впервые был опубликован на PRI.org 12 мая 2015 года.
7অর্গ এ প্রকাশিত হয়, এবং সংবাদ-বিনিময় চুক্তির অংশ হিসেবে এখানে পুনপ্রকাশিত হয়।Печатается в рамках соответствующего соглашения.
8আমার সাথে সোনিটা আলীজাদেহ-এর প্রথম দেখা হয় যখন সে তার প্রথম যুক্তরাষ্ট্র সঙ্গীতানুষ্ঠানে গান গাইতে শহরে আসে।Я встретил Сониту Ализаде, когда она вернулась со своего первого концерта в США.
9আমরা হাঁটছিলাম তখন যে হঠাৎ থেমে যায় ও একটি লোকের দিকে তাকিয়ে থাকে যে তার মেয়ে দু'জনের সাথে খেলছিল।Мы прогуливались, когда она внезапно остановилась и уставилась на мужчину, игравшего с двумя маленькими дочками.
10‘এখানে আমেরিকায় একজন বাবা তার মেয়েদেরকে উদ্যানে নিয়ে যাবার জন্য সময় বরাদ্দ করে রাখে, সে বলল। ‘আমি যেখান থেকে এসেছি সেখানে এটা দেখতে পাওয়া যায় না।'«Здесь, в Америке, отец находит время, чтобы сводить своих дочерей в парк, - сказала она, -Там, откуда я родом, такого не увидишь».
11সোনিটা আফগানিস্তান থেকে এসেছে।Сонита приехала из Афганистана.
12তার বয়স ১৮ বছর, তার চুল লম্বা কালো এবং সে ছোটখাট গড়নের।Ей 18 лет, она невысокого роста, с длинными темными волосами.
13যদি তার মাতাপিতার পরিকল্পনামাফিক তার সবকিছু চলতো তবে তার এতোদিনে বিবাহ হয়ে যেত।Если бы её родители добились своего, сегодня она была бы замужем.
14‘আমি মাঝে মাঝে ভাবি যে আমি এখন হয়তো একজন মা হয়ে থাকতাম - কয়েকটি বাচ্চা সহ।«Порой я задумываюсь о том, что сейчас могла бы быть матерью нескольких детей.
15এই ভাবনাটি আমার পছন্দের না।'Не могу сказать, что мне нравится представлять себе это».
16সোনিটা ইরানের রাজধানী তেহরানে বড় হয়েছে।Девушка выросла в Тегеране, столице Ирана.
17তার পরিবার যুদ্ধের কারণে তার ৮বছর বয়েসের সময় আফগানিস্তান থেকে পালিয়ে যায়।Её семья переехала туда, спасаясь от войны в Афганистане, когда Соните было восемь лет.
18সে একটি অলাভজনক প্রতিষ্ঠান খুঁজে পেয়েছে যারা নথিবিহীন আফগানী শিশুদেরকে প্রশিক্ষণ দেয়।Им удалось найти некоммерческую организацию, которая обучала афганских детей без документов.
19সেখানেই সে কারাটে, ফটোগ্রাফী, গিটার বাজানো শিখেছে, এবং সে গান ও র‍্যাপ করা শুরু করে।Так Сонита занялась карате, научилась фотографировать и играть на гитаре, а затем - петь и читать рэп.
20তার সঙ্গীত দ্রুতই স্বীকৃতি লাভ করে।Её музыка быстро получила признание.
21একজন ইরানী পরিচালকের সাথে সোনিটার পরিচয় হয়েছে যে তার শৈলীকে পালিশ করতে ও সঙ্গীতের ভিডিও নির্মাণ করতে সাহায্য করেছে, যার ফলে সে কয়েকটি পুরস্কারও পেয়েছে।Сонита встретила иранского режиссера, который помог ей сформировать свой стиль и сделать несколько клипов, за которые она получила музыкальные награды.
22সবকিছুই নিখুঁতভাবে চলছিল।Все было прекрасно.
23খুঁত বের হবার আগ পর্যন্ত। ‘একদিন আমার মা আমাকে বলল, ‘তোমাকে আমার সাথে আফগানিস্তানে যেতে হবে।До того момента, пока не прозвучали страшные слова мамы Сониты: «Ты должна вернуться со мной в Афганистан.
24সেখানে একজন লোক আছে যে তোমাকে বিবাহ করতে চায়।Там нас ждет мужчина, который хочет жениться на тебе.
25তোমার ভাইয়েরও বাগদান হয়েছে এবং তোমার ভাইয়ের বিবাহের খরচ বহন করতে আমাদের তোমার বিবাহের যৌতুকের অর্থ প্রয়োজন।”Твой брат обручен и нам нужны деньги из твоего приданого, чтобы заплатить за его свадьбу».
26সোনিটা খুবই ভেঙ্গে পড়লো।Сонита была уничтожена.
27তাই সে ‘বিক্রয়ের জন্য বধূ' নামে একটি গান রচনা করলো।Она написала песню «Невесты на продажу».
28গানটি শুরু হয় এভাবে ‘আমি ফিসফিস করে বলি, যাতে কেউই শুনতে না পায় যে আমি বালিকা বিক্রয়ের কথা বলছি।Текст начинается словами: «Я прошепчу так, что никто не услышит, что я говорю о торговле девочками.
29আমার কণ্ঠ শোনা যেতে পারবে না কারণ এটি শরীয়া বিরুদ্ধ।Мой голос не должен звучать, потому что это против шариата.
30নারীদেরকে অবশ্যই নিশ্চুপ থাকতে হবে… এটিই আমাদের প্রথা।'Женщины должны оставаться немыми… Это наша традиция».
31এই ভিডিওতে সোনিটাকে বিবাহের পোষাক পরিহিত অবস্থায় দেখা যায় - আর তার কপালের উপর একটি বারকোড।На видео Сонита наряжена в свадебное платье, на лбу у неё штрих-код. Лицо покрыто ранами.
32তার মুখে আঘাতের চিহ্ন।Она умоляет семью не продавать ее.
33তাকে বিক্রয় করে না দেবার জন্য সে তার পরিবারের কাছে আকুতি করে।Больше всего Сонита переживала о том, как отреагируют родители на эту видеозапись.
34তার মাতাপিতা ভিডিওটি সম্পর্কে কী ভাববে তা নিয়ে সোনিটা খুবই চিন্তিত ছিল - কিন্তু তারা আসলে এটিকে পছন্দই করেছিল - এবং তারা তাকে বলেছেও যে তাকে বিবাহ করতে হবে না।Но они на самом деле очень любят свою дочь и сказали, что она может не выходить замуж, если не хочет этого.
35‘আমার পরিবার যে আমার জন্য আমাদের পরিবারের প্রথা ভেঙ্গেছে তা আমার কাছে অনেক বেশী অর্থ বহণ করে।«Это безумно важно, что мои родители поддержали меня, выступив против наших традиций.
36এখন আমি এমন এক জায়গায় যেখানে আমি যে আসতে পারবো তা কখনও ভাবতেই পারিনি।'Словно я оказалась в каком-то удивительном месте, куда раньше и не мечтала попасть».
37সোনিটার সঙ্গীতকে ঘিরে সৃষ্টি হওয়া মনোযোগ তাকে ইউটার একটি শিল্প একাডেমীতে পুর্ণ বৃত্তি পাইয়ে দিয়েছে, এবং এটাই সান ফ্রান্সিসকো উপসাগর এলাকাতে এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজনের কারণ।Восторженная реакция на музыку Сониты позволила ей получить полную стипендию для обучения в Академии искусств в штате Юта (США) и привела её на первый в жизни концерт в Сан-Франциско.
38কিন্তু অনুষ্ঠানের আগে সোনিটার কিছু অনুশীলন করা প্রয়োজন।Но перед концертом девушке надо репетировать.
39আমরা আমার গাড়ীতে চড়ে বসি এবং কাছেই পশ্চিম ওকল্যাণ্ড এলাকায় যাই।Мы прыгаем в машину и едем в Западный Окленд.
40পশ্চিম ওকল্যাণ্ডের এই এলাকা দেখে সোনিটা মর্মাহত হয়।Сонита была шокирована при виде квартала Западного Окленда.
41তুমি কি আমাকে বলছো যে আমেরিকাতে এমনও জায়গা আছে যেখানে রাতের বেলায় তুমি একা হেঁটে যেতে পারবে না?”“Вы хотите сказать, что в Америке есть места, где лучше не появляться вечером в одиночку?” - спросила она.
42সে জিজ্ঞাসা করলো।Фотография: Шука Калантари.
43শুকা কালান্তারির সৌজন্যে।Публикуется с разрешения PRI.
44পিআরআই-এর অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে।Репетиционная студия находится в квартале, разрисованном граффити.
45অনুশীলনের স্টুডিওটি গ্রাফিটি দিয়ে ঢাকা একটি এলাকা।Обе стороны улицы заняты бездомными.
46রাস্তার উভয় পাশেই গৃহহীন মানুষের সারি। সোনিটা মর্মাহত হয় - কারণ এটি তাকে তার বাড়ীর কথা মনে করিয়ে দেয়।Сонита шокирована, потому что все это напоминает ей о стране, из которой она уехала.
47‘আমি একটি এলাকায় বেড়ে উঠেছি যেখানে সকলেই দরিদ্র ছিল এবং ঘরগুলো ছিলো ভাঙ্গাচোরা,' সোনিটা বলল।«Я выросла в квартале ветхих домов, где все были бедны, - рассказывает Сонита.
48‘আমি রাতের বেলা ঘরের বাইরে যেতে পারতাম না কারণ তা সত্যিই খুব বিপজ্জনক ছিল।- Я не могла выйти вечером на улицу, потому что это было слишком опасно.
49তুমি কি আমাকে বলছো যে আমেরিকাতেও এমন জায়গা আছে যেখানে রাতের বেলায় তুমি একা হেঁটে যেতে পারবে না?Вы хотите сказать, что в Америке тоже полно мест, где лучше не ходить в одиночку вечерами?
50তাহলে মানুষ কোথায় আশ্রয় খুঁজে পাবে?'В таком случае где вообще на этом свете человек может быть в безопасности?».
51এই সঙ্গীতানুষ্ঠান হওয়ার অল্প সময় পরই, ফারকোনদা নামের সেই নারীর বিষয়ে সোনিটা পড়েছে যাকে কোরানের একটি খণ্ড পোড়ানোর অভিযোগে আফগানিস্তানে পাথর মেরে ও পিটিয়ে হত্যা করা হয়।Вскоре после концерта девушка прочитала статью о женщине по имени Фарконде, которая была забита камнями до смерти якобы за то, что сожгла экземпляр Корана.
52তাই সে যা ভালভাবে করতে জানতো তাই সে করেছে: এবিষয়ে একটি গান সে লিখেছে।Сонита была убита горем и решила сделать то, что умеет лучше всего: она написала песню об этой трагедии.
53‘র‍্যাপসঙ্গীত আপনাকে অন্য মানুষের কাছে আপনার গল্প বলতে সাহায্য করে।«Рэп позволяет рассказать твою историю другим людям.
54র‍্যাপ সঙ্গীত হলো আমার হৃদয়ে থাকা কথাগুলো বিনিময় করার একটি মঞ্চ।'Рэп - это то, что позволяет разделить со всем миром слова, рождающиеся в глубине сердца».
55এবং কখনো কখনো র‍্যাপসঙ্গীত দুঃখ, ক্ষোভ প্রকাশ করার একটি উপায়, যেগুলো না দেখাতে আফগানী নারীদেরকে বলা হয়েছে।А иногда рэп позволяет выразить грусть и ярость - те чувства, которые афганские женщины не имеют права демонстрировать окружающим.
56যদিও সোনিটা এখন তার বাড়ী থেকে ৭,০০০ মাইর দূরে বসবাস করে, সে বলে যে সে সর্বদাই তার হৃদয়ের সবচেয়ে কাছে থাকা আফগানী জনগণের বিষয়ে গান গেয়ে যাবে।Хотя сейчас Сонита живет на расстоянии свыше 11 000 километров от своей страны, она говорит, что всю свою жизнь будет петь о том, что является для нее самым дорогим на свете - о людях Афганистана.