Sentence alignment for gv-ben-20150407-48094.xml (html) - gv-rus-20150330-36034.xml (html)

#benrus
1রুশ সাংবাদিক, এখন থেকে রিয়েল টাইমে পাঠের ভিত্তিতে যাদের ক্রম সাজানো হবেРоссийские журналисты, теперь вас рейтингуют в режиме реального времени
2আয়না, আয়না, বল তো মনা , যে সবচেয়ে বেশী ক্লিক পেয়েছে সে কোন জনা?«Свет мой зеркальце, скажи… кто из них зарабатывает больше всего просмотров?»
3রাশিয়ার সে সমস্ত সাংবাদিকের লেখা সবচেয়ে বেশী পাঠ করা হয়, ওলেগ কাশিন (উপরে যার ছবি প্রদান করা আছে) তাদের একজন।Олег Кашин (лицо на изображении) - один из наиболее читаемых журналистов в России.
4ছবি সম্পাদনা কেভিন রথরক-এর।Фото редактировано Кевином Ротроком.
5এখন আর প্রচারসংখ্যার পরিমাপে সংবাদপত্রকে সফল হিসেবে গ্রহণ করা যায় না।Успех в индустрии новостей больше не измеряется размером газетного тиража.
6আজকের দিনে এই অনলাইন বিশ্বে, ক্লিক হচ্ছে এই ধরনের পরিমাপকের রাজা।В современном онлайн-мире всем правят клики мыши.
7যার ফলে, এক নতুন অনলাইন সেবা সংস্থা চালু হয়েছে যা স্যোশাল মিডিয়ায় রুশ ভাষী সাংবাদিকদের লেখা প্রবন্ধে যতবার যতজন প্রবেশ করবে (প্রবেশ/ ট্রাফিকিং), তার উপর ভিত্তি করে এই সকল সাংবাদিকদের এক ক্রম তৈরী (র‍্যাঙ্কিং) করবে।Таким образом, новый онлайн-сервис запустил рейтинг русско-говорящих журналистов, зависящий от количества просмотров их статей, которые они зарабатывают на просторах социальных медиа.
8নতুন এই প্রকল্পের পেছনে রয়েছে জার্মান ক্লিমেঙ্কো, যিনি লাইভইন্টারনেট-এর পরিচালক এবং কর্ণধার, এটি একটি অনলাইন পোর্টাল, যা বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে, যার মধ্যে রয়েছে ওয়েবসাইট বিশ্লেষণ এবং ব্লগিং।За новым проектом стоит Герман Клименко, директор и владелец LiveInternet, онлайн-портала, который предлагает целый ряд услуг, включая веб-аналитиков и блоги.
9ক্লিমেঙ্কো ব্যাখ্যা করেন:Клименко объясняет:
10আধুনিক গণ মাধ্যম এখন আর তথ্য তুলে ধরার একচ্ছত্র কোন মাধ্যম নয়, যেখানে সাংবাদিকদের ভূমিকা নামমাত্র এবং সম্পাদকেরা একচ্ছত্র ক্ষমতার অধিকারী।Современные СМИ - это уже не жёстко регламентированный канал распространения информации, где роль журналиста минимальна, а власть главного редактора абсолютна.
11আজকের দিনে গণমাধ্যম অনেক বেশী খোলামেলা প্রকৃতির এবং এখানে অনেক কিছু সাংবাদিকদের উপর নির্ভর করে।Сейчас это весьма свободная конструкция, в которой от журналиста зависит многое.
12এখন সাংবাদিকরা যাতে সঠিক এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কার্যকর সংবাদ পরিবেশন করতে পারে সংবাদপত্রের মালিকদের সে বিষয়তি অবশ্যই দেখা উচিত।Для современных владельцев изданий реальный и независимый взгляд на эффективность журналиста просто необходим.
13ক্লিমেঙ্কোর নতুন সাংবাদিক ক্রম তালিকা হচ্ছে মিডিয়ামেট্রিক্স সংবাদ সেবার সাম্প্রতিক সংযোজন, যা ওয়েবে রুশ ভাষায় প্রকাশিত ভিন্ন ভিন্ন সংবাদ সংগ্রহ করে বিভিন্ন স্যোশাল মিডিয়ায় এই সকল সংবাদে প্রবেশকারী সংখ্যা অনুসারে তার এক ক্রম তৈরী করে।Новая функция создания рейтинга журналистов от Клименко - последний штрих в его хитроумном агрегате новостей Mediametrics, который составляет рейтинг русскоязычных новостей со всего веб-пространства, согласно количеству просмотров статьи с различных сайтов социальных медиа.
14লাইভইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় প্রবেশকারীর সংখ্যা বা এর ট্রাফিক সম্বন্ধে তথ্য সরবরাহ করে।Информация на этом ресурсе предоставляется LiveInternet.
15মিডিয়াম্যাট্রিক্স বেশ কিছু কৌতূহল জাগানো উপায়ে এর ব্যবহারকারীদের রুশ ইন্টারনেটে আলোচিত সংবাদ খুঁজে বের করার সুযোগ করে দেবে, যার মধ্যে রয়েছে মূল শব্দ অনুসন্ধান।Mediametrics позволяет пользователям узнать новостные тенденции на русскоязычных сайтах различными интересными способами, включая поиск по ключевым словам.
16সময় (যেমন, বিশেষ ঘন্টা, দিন অথবা সপ্তাহ অনুসারে), দেশ(যেমন রাশিয়া কিংবা ইউক্রেন), রুশ দেশের বিভিন্ন অঞ্চল অথবা সকল স্যোশাল মিডিয়া সাইট (যেমন টুইটার, ফেসবুক, ভিকোনটাকটে, ইত্যাদি) অনুসারে সংবাদ খুঁজে বের করা সম্ভব।Агрегатор новостей также может быть отсортирован по временному отрезку (например, за прошедший час, день или неделю), стране (как Россия или Украина), области в России, или по социальным сетям (Twitter, Facebook, Vkontakte, и др.).
17অন্য যে উপাদান এতে যুক্ত করা হয়েছে সেগুলো প্রধান সব রাজনৈতিক দলের নেতাকে উল্লেখ করে যে সমস্ত সংবাদ ছাপা হয়েছে সেগুলোকে খুঁজে বের করবে।Другая функция позволяет следить за упоминаниями о главных политических лидерах.
18নতুন এই সাংবাদিক ক্রম টুলস, সোশ্যাল মিডিয়া সাইটে যে পরিমাণ পাঠক প্রবেশ করে তার উপর ভিত্তি করে জনপ্রিয়তা অনুসারে সাংবাদিকের প্রবন্ধের এক ক্রম তৈরী করে।Новое приспособление рейтингования журналистов вносит в список каждую статью, написанную журналистом, основываясь на количестве просмотров в различных социальных сетях.
19সাংবাদিকের নাম ক্লিক করার সাথে সাথে যাতে জনপ্রিয়তার ভিত্তিতে বেছে নেওয়া নির্দিষ্ট সময় এবং ক্রমানুসারে উক্ত সাংবাদিকের সকল প্রবন্ধ এসে হাজির হয়, তার জন্য উপরে তালিকা থাকা ফিল্টারের সাহায্য করতে পারে।Могут применяться перечисленные выше фильтры, и, кликнув по имени журналиста, можно увидеть список всех его статей за выбранный временной отрезок, отсортированных по популярности.
20মিডিয়াম্যাট্রিক্স তালিকা সূচির পাতা বিগত সপ্তাহে রাশিয়ার সকল স্যোশাল মিডিয়া সাইটের যে সকল সাংবাদিকের প্রবন্ধ সবচেয়ে জনপ্রিয় হিসেবে বিবেচিত হয়েছিল সেগুলো তুলে ধরেছে।Страница с рейтингом на Mediametrics, отображающая наиболее популярные статьи русских журналистов за последнюю неделю со всех социальных сетей.
21তবে ফেসবুকে ক্লিমেঙ্কো লিখেছে, মাত্র কয়েকটি সংবাদপত্র তাদের সাংবাদিকদের প্রবন্ধ সেই ভাবে ট্যাগ করেছে যার ফলে সেগুলো উক্ত সামগ্রিক তালিকা সূচিতে যুক্ত হতে পারে।Со слов Клименко, написанных на Facebook, как бы то ни было, в настоящее время только некоторые СМИ правильно оформляют тэги для статей своих журналистов, что нужно для составления рейтинга.
22তার ফেসবুক পোস্টে ব্যাখ্যা করা হয়েছে কি ভাবে প্রয়োজনীয় ট্যাগ এতে যুক্ত করা যেতে পারে, আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে অনেক সংবাদমাধ্যম এতে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে যাতে নতুন এই টুলস অর্থবহ হয়ে ওঠে।В своем посте на Facebook он объясняет, насколько необходимо добавлять тэги, и очень важно, чтобы многие СМИ решили приобщиться к этому новому приспособлению, дабы стать значимыми.
23ক্লিমেঙ্কো বলছে যে সে একই সাথে প্রখ্যাত সব স্বাধীন ব্লগারদের সাংবাদিক তালিকা সূচিতে অর্ন্তভুক্ত করার কথা চিন্তা করছে-এই বাড়তি অংশ, যা এই নতুন উপাদানকে পরিপূর্ণ চিত্র ধারণ করার সুযোগ করে দেবে, আসলে অনলাইন সংবাদের নেতৃত্ব প্রদান করেছে কে।Клименко утверждает, что он также обдумал идею включения постоянных независимых блогеров в рейтинг журналистов - дополнение, которое бы позволило его новому инструменту создать более полную картину того, кто находится на вершине онлайн-новостей.