Sentence alignment for gv-ben-20120127-22287.xml (html) - gv-rus-20120126-9554.xml (html)

#benrus
1জর্ডানঃ বরফ পড়ুকИордания: снег кружится, летает, летает
2জর্ডানে লম্বা সময় ধরে অপেক্ষা করতে থাকা শুভ্র অতিথির আগমন ঘটেছে, আকাশ থেকে বেশ কিছু শুষ্ক ঠাণ্ডা বরফ নেমে আসে এবং তা দ্রুত গলে যায়।Долгожданный белый гость посетил Иордан. Вызванный приходом сухого и холодного фронта, он выпал и тут же растаял.
3এমনকি তা জমে স্তূপে পরিণত হয়নি, কিন্তু তা অপেক্ষা করতে থাকা জনতার জন্য অনেক উল্লাস এবং খুশী বয়ে আনে।Он совсем не задержался, но все равно успел принести местным жителям много радости и веселья.
4যখনই জর্ডানের পাহাড়ি এলাকায় বরফ পড়তে শুরু করে ( যা কিনা সমুদ্র সমতল থেকে ১,০০০ মিটার উঁচুতে অবস্থিত), সাথে সাথে সামাজিক প্রচার মাধ্যম ফেসবুক এবং টুইটারে টুইট এবং পোস্ট আর ছবি ও ভিডিওতে ভরে যায়।Как только в горных районах Иордана (около 1 000 метров над уровнем моря) начал идти снег, Твиттер, Фейсбук и другие социальные сети тут же переполнились сообщениями, фотографиями и видеороликами, посвященными этому событию.
5জর্ডানে নাগরিক সাংবাদিকরা খুব ভালভাবে তাদের দায়িত্ব পালন করে, বিশেষ করে যখন প্রায় সকলের কাছে একটা স্মার্টফোন আছে, যা দিয়া তারা সকল সময় ইন্টারনেটের সাথে যুক্ত থাকে।В Иордане распространение информации через социальные медиа развито очень хорошо, так как почти у всех есть смартфоны с выходом в Интернет.
6নেট নাগরিকরা কেবল বরফ পড়া আর আবহাওয়ার ব্যাপারেই মন্তব্য করেনি, একই সাথে তারা টুইটারে তাদের অনুসরণকারীদের, বরফের ফলে রাস্তার পরিস্থিতি এবং এখানে সেখানে পিচ্ছিল হয়ে পড়া রাস্তা সম্বন্ধে সতর্ক করে দিচ্ছিল।Пользователи сети не только делились своими впечатлениями от снега и погоды, но еще и сообщали о затруднениях движения, вызванных снегом, и предупреждали о наличии скользких участков на дорогах.
7হানিন আবু-শামাত, @হানিনশা, আম্মানে তাঁর এলাকায় তুষারপাতের এই ছবিটি টুইট করেছে:Ханин Абу-Шамат, @HaninSh, выложила в Твиттере эту фотографию снегопада в районе Аммана, где она живет:
8জর্ডানের আম্মানে তুষারপাত।Снег в Аммане, Иордан.
9ছবির কৃতিত্ব: হানিন আবু শামাত-এর, যে টুইটপিকে এই ছবিটা প্রদর্শন করেছে।Фото принадлежит Ханин Абу-Шамат, выложено на Twitpic
10এলওয়ান বাদের, @খারোফ, জর্ডানের রাজধানী আম্মানের কুইন রানিয়া স্ট্রিট ওরফে ইউনিভার্সিটি স্ট্রিটের ছবিটি টুইট করেছে:Элван Бадер, @kharooof поделился фотографией с улицы Квин Рания в Аммане, также известной как Университетская улица:
11জর্ডানের রাজধানী আম্মানের কুইন রানিয়া স্ট্রিটে তুষারপাতের ছবি।Снег на улице Квин Рания в Аммане.
12এলওয়ান বাদের টুইটারে ছবিটি আমাদের প্রদর্শন করছে।Фото выложено в Твиттер Алваном Бадером
13@বাসেলাআনবাতাউয়ি সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে বাস করে এবং সে আম্মানে বাস করা তাঁর বোনের পক্ষ হয়ে এই ছবিটি টুইটারে পোস্ট করেছে:@BaselAnabtawi живет в Дубае, ОАЭ. Он выложил эту фотографию, сделанную его сестрой, которая живет в Аммане:
14ভ্রাতারা, এই ছবিটি আমাদের আম্মানের বাড়ির সামনের দৃশ্য!Надо же, какой вид из окна нашего дома в Аммане!
15এখন বরফ পড়ছে.. ।Идет снег.
16এই মাত্র আমার বোন এই ছবিটা আমাকে পাঠাল!Моя сестра только что прислала мне это!
17মাশাল্লাহ, এটা উপভোগ করুন! @# আম্মানНаслаждайся, Машалла #amman
18জর্ডানের রাজধানী আম্মানে, বাসেল আনবাতাউয়ি-এর বোনের বাড়ির সামনের দৃশ্য।Вид на заснеженную улицу в Аммане.
19টুইটারে ছবিটি প্রদর্শন করা হয়েছে।Фото выложено Базелем Анабтави в Твиттер
20এই ছবিটি দিমা হাদ্দিয়া (@হাদ্দাদিন) টুইট করেছে, এতে দেখা যাচ্ছে আম্মানের একটি ট্রাফিক লাইট ভেঙ্গে পড়ার ফলে উক্ত স্থানে দাঁড়িয়ে এক যুবক ট্রাফিকের কাজ করছে, যা জর্ডানের অনলাইন নাগরিকদের জন্য এক গর্বের বিষয় হয়ে দাঁড়ায় এই কারণে যে কিভাবে প্রতিদিন নাগরিকরা যান চলাচলের মত এক বিশাল সমস্যা সমাধানে সাহায্য করতে পারে।На фотографии, выложенной Димой Хаддадином (@Haddadin), запечатлен молодой человек, помогающий регулировать дорожное движение, когда светофоры отказали. В иорданское интернет-сообщество эта фотография вселила чувство гордости за то, как простые жители безвозмездно берутся решать большие проблемы, такие как движение на дорогах.
21নাগরিকরা এই ছবি সম্বন্ধে কথা বলেছে এবং তা সামাজিক নেটওয়ার্কে ছড়িয়ে দিয়েছে।Люди активно обсуждали эту фотографию и распространяли ее во всех социальных сетях:
22একটি ট্রাফিক চিহ্ন ভেঙ্গে পড়ার পর এক তরুণ জর্ডানী নাগরিক, যান চলাচলের নির্দেশনা প্রয়োগ করছে।Молодой иорданец регулирует движение после поломки светофоров.
23দিমা হাদ্দিন, ওয়াই ফ্রগে এই ছবিটি প্রদর্শন করেছে।Фото выложено Dima Haddadin на yfrog
24নেট নাগরিকরা সারা জর্ডান জুড়ে বরফ পড়ার অজস্র ভিডিও প্রদর্শন করেছে।Кроме того, пользователи сети выкладывали массу видеозаписей снегопада в Иордане.
25এখানে একটি ভিডিও রয়েছে যা আমি ইউটিউবে প্রদর্শন করেছি, যেটিতে আম্মানের দুটি ভিন্ন স্থানে বরফ পড়ার দৃশ্য দেখা যাচ্ছে:Это ролики, выложенные в YouTube автором данной статьи Али Алхасани; на них засняты случаи снегопада в двух районах Аммана:
26http://www.youtube.com/watch?http://www.youtube.com/watch?
27v=jlX7_mEPf8Yv=jlX7_mEPf8Y
28http://www.youtube.com/watch?http://www.youtube.com/watch?
29v=d4m9D1oD24Yv=d4m9D1oD24Y
30সর্বোপরি, বরফ পড়ার ঘটনা জর্ডানের নাগরিকদের জন্য আনন্দ এবং খুশী বয়ে এনেছে এবং তারা আশা করছে যে এবারের শীত আম্মানের নিচু ভূমিতে আরো বরফপাতের ঘটনা ঘটাবে যা কিনা সমুদ্রপৃষ্ঠের ১০০ মিটার উচ্চতার ঘটে থাকে।В целом, снегопад принес жителям Иордана радость и веселье, а также надежду, что в результате надвигающегося холодного фронта снег выпадет и в более низких районах Иордана, находящихся на высоте менее 1 000 метров над уровнем моря.