Sentence alignment for gv-ben-20100608-11170.xml (html) - gv-rus-20100602-2021.xml (html)

#benrus
1প্যালেস্টাইন: “গাজা তোমাদের বিজয়ী হিসেবে অভিবাদন জানাচ্ছে”Палестина:”Газа хотела приветствовать вас как победителей”
2৩১শে মে সোমবার সকালের শুরুতে যখন ফ্রিডম ফ্লোটিলায় মৃত্যুর ঘটনার কথা ছড়িয়ে পড়ে তখন মধ্যপ্রাচ্য এবং সারাবিশ্বের জনতা এক ধাক্কা খায় এবং এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে।Людей на Ближнем Востоке и по всему миру шокировала и возмутила новость о смертях на борту Флотилии Свободы в понедельник.
3গাজার দিকে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে যেতে থাকা ফ্রিডম ফ্লোটিলা নামক জাহাজের বহরের উপর আক্রমণের সংবাদে ফিলিস্তিনি ব্লগাররা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া প্রকাশ করে।Палестинские блогеры незамедлительно отреагировали на сообщение о внезапном нападении Израиля на корабли помощи сектору Газа.
4গন্তব্যে যাওয়ার লক্ষ্যে চলছে ফ্রিডম ফ্লোটিলা- (ছবি ফ্রিগাজার সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে এটিকে পুনরায় প্রকাশ করা হয়েছে)Флотилия Свободы - в пути (фото FreeGaza, опубликовано согласно Лицензии Creative Commons)
5লাইফ অন বির জেইট ক্যাম্পাস (বিরজেইট পশ্চিম তীরের এক বিশ্ববিদ্যালয়)- ব্লগে যে সমস্ত ছাত্র লেখে তারা ইজরায়েলের এই কাণ্ডে হতভম্ব:Студенты, пишущие на блоге Жизнь в кампусе Бирзеит (Бирзеит - это университет на Западном Берегу), поражены действиями Израиля:
6আজ দিনের শুরুতে তারা যে কাণ্ড ঘটাল তা কোন ভাবে পরিমাপ করা যায় না।То, что они сегодня сделали, просто непотяжимо.
7এটা বোধহীন একটা কাজ।Это бесмыссленно.
8এটা ভয়ঙ্কর, অপ্রয়োজনীয় এবং নির্মম।Это ужасная, ненужная и жестокая акция.
9[…] সবচেয়ে খারাপ অনুভূতি হচ্ছে এক নি:সঙ্গ অসহায়ত্বের অনুভূতি, যেখানে আপনি কোন কিছু করতে পারছেন না, যেখানে এই সুন্দর আত্মার মানুষগুলো ফ্লোটিলা নামক জাহাজের পাটাতনে (ডেকে) মৃত্যু ও আঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছে এবং মানসিকভাবে সীমাবদ্ধ এক রাষ্ট্রের সন্ত্রাসবাদের শিকার হচ্ছে।[…] Самое ужасное чувство - это безнадежность, постягающая при осознании того, что ты ничего не можешь сделать, когда эти несчачтные на флотилии страдают от ранений, умирают и становятся жертваит террора в руках этого морально ущербного государства.
10মুতাসাহরিদ গাজার একজন ব্লগার, যিনি বর্তমানে পশ্চিম তীরে বাস করেন এবং ফ্লোটিলার যাত্রীদের প্রতি তার অনুভূতির কথা লিখেছেন।:Mutasharrid - блогер из Газы, который в данный момент учится на Западном Берегу, пишет о его чувствах по отношению к пассажирам флотилии:
11বিশ্বের মুক্ত মানুষ।Свободные люди мира.
12সামরিক বাহিনীর কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসবাদী ঘটনা ঘটানো।Террористы, получившие приказ от армии.
13না তোমরা অবরোধ ভাঙ্গতে পারোনি।Нет, вы не прорвете осаду.
14তোমাদের পায়ের পাতা সমুদ্রতটে পৌঁছতে পারেনি, যে তীর হুদার কান্না এবং তার বোনের রক্তে উর্বর হবে।Ваша нога не ступит на землю, пропитанную слезами Худы и кровью ее сестер.
15তোমরা সেখানে শূন্যে স্বাধীনতার প্রসাদ গড়তে পারোনি।Вы не построили там песчанный замок свободы.
16কিন্তু তোমরা ভেঙ্গে ফেলেছে তার চেয়েও বড় কিছু- যদি আমার আত্মা তোমাদের জন্য বলিদান দিতে পারতাম।Но вы разрушили нечто большее.
17তোমরা একটি রাষ্ট্রে স্বচ্ছ চেহারা যা প্রসাধন এবং মিথ্যার উপর তৈরি তা ভেঙ্গে ফেলেছ।Вы разрушили кристальный имидж государства, построенного на выдумке и лжи.
18তোমরা সমুদ্রে তাদের মিথ্যার মুখোশ খুলে ফেলেছ এবং দেখিয়েছ তাদের রণতরীর বিষদাঁত কত ভয়ঙ্কর, যা এক বাক্স ওষুধ ও হুইলচেয়ারের জন্য সর্বোচ্চ সতর্ক।
19ফ্রিডম ফ্লোটিলা- ব্যানার (ছবি ফ্রিগাজার, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে এটিকে পুনরায় প্রকাশ করা হয়েছে) গাজা থেকে ব্লগ করেন ওলা।Выбросили в море ее маску и показали клыки армии, которая была в полной боевой готовности против коробок с медикаментами и инвалидных кресел.
20তিনি একটি পোস্ট লিখেছেন যার নাম পাইরেট অফ দা মেডিটেরিনিয়ান (ভূমধ্যসাগরের জলদস্যু):Знамя Флотилии Свободы (фото FreeGaza, опубликовано согласно Лицензии Creative Commons)
21যারা ভাবে জলদস্যুদের যুগ শেষ হয়ে গেছে… অথবা যা কেবল হলিউডের কাল্পনিক চলচ্চিত্রে নির্দিষ্ট বিষয় হয়ে গেছে….Ola с блога From Gaza (Из Газы) пишет пост под названием Пираты Средиземноморья:
22তোমরা ফ্রিডম ফ্লোটিলায় যারা শহীদ হয়েছ….или, что это стало лишь частью Голливудских фильмов… Задумайтесь!
23গাজা তোমাদের বিজয়ী হিসেবে অভিবাদন জানাতে চায়.. কিন্তু বেহেশত তোমাদের শহীদ হিসেবে গ্রহণ করেছে … সমুদ্রের ঢেউ এবং গাংচিল আর সূর্যান্ত, সকলে তোমাদের জন্য কাঁদছে…Вы, мученики Флотилии Свободы… Газа хотела приветствовать вас как победителей… но рай приветствует вас как мучеников… Морские волны, чайки, закат, все оплакивают вас…