# | ben | rus |
---|
1 | বিশ্বঃ ১১-১১-১১ তারিখে, বিশ্বকে আপনার জীবন কাহিনী জানান | Мир: Поделись одним днем из своей жизни 11-11-11 |
2 | এই পোস্টটি বিশ্ব উন্নয়ন-২০১১ উপলক্ষ্যে তৈরি করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Эта статья является частью нашей специальной рубрики Глобальное Развитие 2011 [анг]. |
3 | ১১ নভেম্বর, ২০১১ তারিখে আপনি কি করতে যাচ্ছেন? | Что вы будете делать 11 ноября 2011 года? |
4 | ১১ইলেভেনপ্রজেক্ট এর মাধ্যমে বাকি বিশ্বকে এই দিনের ঘটনা জানান এবং জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল বা এমডিজি) অর্জনে সাহায্য করুন! | |
5 | আপনার জীবন এবং জগতের চারপাশ সম্বন্ধে আমাদের কিছু বলুন। আপনার কাহিনী আমাদের কাছে গুরুত্বপুর্ণ, তাই ১১. | Поделитесь этим с миром через Проект 11Eleven (11Одиннадцать) и помогите распространению Целей Развития Тысячелетия ООН! |
6 | ১১.২০১১ তারিখে আমাদের সাথে যোগ দিন এবং কিছু তথ্য ধারণ করে রাখুন। | Расскажите нам что-нибудь о вас и мире вокруг вас. |
7 | ১১. ১১.২০১১ বা ১১ নভেম্বর ২০১১ তারিখের পর-আপনাকে ছবি, চলচ্চিত্র অথবা অডিওতে ধারণ করা কাহিনী জমা দিতে বলা হবে। | Ваша история важна для нас, присоединяйтесь к 11.11.2011 и жмите на запись. |
8 | আর এই সব বিষয়কে আমরা তিনটা আলাদা বিশেষ প্রকল্পে বিভক্ত করব। এর একটি হবে ছবি সম্বলিত বই, একটি হবে বিশ্বের বিভিন্ন সঙ্গীতের সংগ্রহ, এবং একটি তথ্যচিত্র তৈরি করা হবে। | После 11.11.2011 вас попросят разместить онлайн свою фотографию, фильм или аудио, а мы используем это в трех дальнейших проектах - книга с фотографиями, коллекция музыки со всего мира и документальный фильм. |
9 | এই উদ্যোগের মধ্যে দিয়ে যে অর্থ সংগ্রহ করা হবে তা সেই সব সাহায্য সংস্থার কাছে যাবে যারা জাতিসংঘের ৮টি সহস্রাব্দের ৮ টি নির্ধারিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করছে। | Деньги, собранные в ходе трех проектов, будут направлены на поддержку благотворительных инициатив, помогающих человечеству достичь 8 Целей Развития Тысячелетия ООН. |
10 | ১১-১১-১১ ক্রিয়েটিভ মাইন্ড ইউনিট - আর মাত্র তিন মাস বাকি! | Креативные умы объединяются 11-11-11! |
11 | ইউটিউবের এই ভিডিওটি ১১ ইলেভেনপ্রজেক্টের | Видео Проекта 11Eleven на Youtube |
12 | ১১ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রকল্পের জন্য আপনি যোগ দিতে পারেন (সাইন আপ) এবং এর সাথে যুক্ত হবার জন্য নিজের নাম নিবন্ধন করতে পারেন, এর জন্য আপনাকে ১১ নভেম্বরে আপনার জীবনের খানিকটা অংশ, চলচ্চিত্র, ছবি অথবা সঙ্গীতের মাধ্যমে তুলে ধরতে হবে। | С 11 августа вы можете зарегистрироваться, чтобы принять участие в проекте записи фрагмента из вашей жизни 11 ноября через фотографию, фильм или музыку. |
13 | এছাড়া এই বার্তাটি ছড়িয়ে দেবার জন্য আপনি আপনার শহরের একজন দূত হিসবে কাজ করতে পারেন এবং এই প্রকল্পে আপনার সম্প্রদায়ের কণ্ঠস্বর যাতে যুক্ত হয় সে বিষয়টি নিশ্চিত করতে পারেন। | Также вы можете быть Послом, распространяя идею в вашем городе и привлекая людей к принятию участия в проекте. |
14 | ফেসবুকে এবং টুইটারে আপনি ১১ইলেভেন প্রজেক্টকে অনুসরণ করতে পারেন, যাতে উক্ত প্রকল্পের দৈনন্দিন কার্যকলাপের তাজা সংবাদ জানতে পারেন। | Вы можете следить за развитием проекта в Фейсбуке и Твиттере. |
15 | এরপর ১১ নভেম্বর, ২০১১-এ (১১/১১/১১) আপনার কম্পিউটার, মোবাইল ফোন, ক্যামেরা, অথবা অডিও রেকর্ডার নিয়ে বের হয়ে পড়েন এবং আপনার জীবনের একটি অর্থপূর্ণ অংশকে ধারণ করুন। আর এটা যে কোন ভাষায় করতে পারেন। | Затем, 11 ноября 2011 года (11/11/11) включите свой компьютер, камеру или аудиозаписывающее устройство и задокументируйте значимую часть своего дня (на любом языке). |
16 | ১১ নভেম্বর এর পরে আপনার ভিডিও, ছবি অথবা সঙ্গীত জমা দিন এবং ১১ ইলেভেন-এর টিম এটিকে একটা ছবিতে পরিণত করবে। | После 11 ноября подайте заявку с вашим видео, фотографией или музыкой. Команда проекта 11Eleven смонтирует общий фильм. |
17 | ২১ সেপ্টেম্বর, ২০১২ তারিখে বিশ্ব শান্তি দিবসে জাতিসংঘে এই তথ্যচিত্র প্রদর্শিত হবে। | 21 сентября 2012 года этот документальный фильм будет показан ООН во время Международного Дня Мира. |
18 | জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে (এমডিজিএস)১১ইলেভেন প্রজেক্ট এর গ্লোবাল ভয়েসেস এক অংশীদার। | Global Voices сотрудничает с Проектом 11Eleven в целях распространения информации о Целях Развития Тысячелетия ООН. |
19 | ১১ নভেম্বর ২০১১, বা ১১/১১/১১ তারিখে আমরা বিশ্বের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা মানবতাকে নির্মাণ করার ক্ষেত্রে আমাদের সাথে যুক্ত হউন। | В ноябре, 11/11/11 мы приглашаем граждан мира принять участие в создании портрета гуманизма при помощи фотографий, фильмов, аудиозаписей и блог-постов об этом дне. |
20 | এই দিনে ছবি, চলচ্চিত্র, অডিও বা ব্লগপোস্টের মাধ্যমে মানবিক বিষয় তুলে ধরুন। এখানে মুল যে বিষয়টি হচ্ছে নিজেকে উপস্থাপন করা। | Не обязательно фокусироваться на целях развития, главное, чтобы вы представили СЕБЯ. |
21 | আপনি ৮টি উন্নয়ন চ্যালেঞ্জ বিষয়ে আরো পাঠ করতে পারেন এবং আমাদের বিশেষ পাতায়, আর কি ভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যায সে বিষয়ে লিখতে পারেন। | Больше информации о восьми целях развития вы можете узнать в нашей специальной рубрике [анг]. |
22 | এ ছাড়া আমারা “আগামী ১০০ বছর পর আমরা বিশ্বকে কি ভাবে দেখতে চাই, এই বিষয়ে ব্লগ লেখার জন্য সবাইকে উৎসাহিত করছি। এখানে এমডিজিকে গুরুত্ব দিয়ে বিষয়টি লিখতে হবে। | Также мы призываем к блоггингу на тему “Каким я хотел(а) бы видеть мир через 100 лет” с упором на Цели Развития Тысячелетия. |
23 | সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল) -এর সাথে লিঙ্ক যুক্ত করুন এবং আমরা আপনার ব্লগ পোস্টের পাতাকে সেখানে যুক্ত করব। | Сделайте ссылку на нашу страницу Цели Развития Тысячелетия [анг], и мы укажем там и ваш пост. |
24 | কাজে ১১/১১/১১ তারিখে মানবতার জন্য আমাদের সাথে যুক্ত হউন । | Присоединятесь, мы превозносим гуманизм 11/11/11. |