Sentence alignment for gv-ben-20121207-33372.xml (html) - gv-rus-20121202-20224.xml (html)

#benrus
1মিশরিয়রা মুরসোলিনির নিপাত চায়Египтяне намереваются свергнуть Мурсолини
2কায়রো শহরের কেন্দ্রস্থল মিশরিয় বিপ্লবের ইপিআই-কেন্দ্র, তাহরির স্কয়ারে মিশরিয়রা আবার ফিরে এসেছে।
3সেখানে তাঁরা তাঁদের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির জোর করে ক্ষমতা দখলের বিরুদ্ধে প্রতিবাদ করছে।
4তড়িঘড়ি করে তৈরী করা যে খসড়া সংবিধানটি (নভেম্বর ৩০,২০১২) ঘোষণা করা হয়েছে সেটাও তাঁরা এই প্রতিবাদে অন্তর্ভুক্ত করেছে। এটি লিখেছে ইসলামপন্থীদের নেতৃত্বাধীন সাংবিধানিক পরিষদ।Египтяне вернулись в эпицентр египетской революции на площади Тахрир в центре Каира, где они протестуют против неограниченных полномочий, которые их недавно избранный президент Мохамед Мурси предоставил сам себе.
5এই খসড়া সংবিধানটি মিশরের শাসনতন্ত্রে এবং ধারাগুলোতে নতুন শরিয়া আইন যোগ করেছে, যেখানে নারীদের বাকস্বাধীনতা ও অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। প্রতিবাদকারীরা আট দিন আগেই রাজপথে ছুটে যায়, যখন মুরসি ঘোষণা দিয়েছিলেন আদালত তাঁর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবে না।Они включают в себя обнародованный 30 ноября 2012 года проект Конституции, который был составлен на скорую руку и подписан исламистко-направленной Конституционной ассамблеей Египта, имеющей новые исламистские взгляды на египетскую систему управления и выступающей за ущемление прав женщин и слободы слова.
6এই ঘোষণা দিয়ে তিনি মূলত বিচারবিভাগের কার্যকারিতা নষ্ট করে দেন।Протестанты вышли на улицы восемь дней назад, когда Мурси нейтрализовал судебную власть, заявив, что судам запрещается оспаривать его решения.
7ফলশ্রুতিতে মিশরিয়রা রেগে যায় এবং তাহরির স্কয়ারে সহিংস প্রতিবাদ জানায়। তাঁরা মুরসিকে মিশরের নতুন ফারাও বলে আখ্যা দেয় এবং তাঁরা মনে করে মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুড খুব বেশী ক্ষমতা অধিকার করে নিচ্ছে।Это вызвало негативную реакцию египтян, которые массово вышли на площадь Тахрир для того, чтобы протестовать против (согласно их словам) нового фараона Египта и против организации «Братья-мусульмане», которая, как говорят, захватывает слишком много власти.
8ব্লগার লিলিয়ান ওয়াগজি আজ তাহরির স্কয়ারে ছিলেন এবং তাঁর ফ্লিকার অ্যাকাউন্টে নিচের ছবিগুলো শেয়ার করেছেন।Блогер Лилиан Вагди, побывавшая сегодня на площади Тахрир, делится следующими фотографиями на своем flickr-аккаунте.
9অনেকেই মুরসিকে মুসোলিনি ও হিটলারের মতো স্বৈরশাসকদের সাথে তুলনা করে তাকে মিশরের নতুন ফারাও বলে ডাকছেন।Многие называют Морси новым фараоном Египта, проводя сравнения между ним и такими диктаторами как Муссолини и Гитлер.
10নেট নাগরিকদের মধ্যে তিনি মুরসোলিনি নামে সমধিক পরিচিত।Среди пользователей сети разошлось имя Мурсолини, которое объединяет имя Мурси с именем Муссолини.
11এই নামটি তাঁর ও মুসোলিনির নাম যোগ করে তৈরী করা হয়েছে।Вагди делится это фотографией с протеста, на которой протестующий одет как фараон:
12আজকের প্রতিবাদ থেকে ওয়াগজি এই ছবিটি শেয়ার করেছেন, যেখানে একজন প্রতিবাদকারী ফারাওদের মতো পোষাক পরেছেনঃ
13মুরসোলিনি - মুরসি, হিটলার ও মুসোলিনির মধ্যে তুলনা করা হচ্ছে।Мурсолили - сравнение между Мурси, Гитлером и Муссолини.
14ছবিটি তুলেছেন লিলিয়ান ওয়াগজি, (সিসি বিওয়াই ২. ০) এর অধীনে ব্যবহৃত ।Фото Лилиан Вагди, использовано согласно лицензии CC BY 2.0
15প্রতিবাদকারীদের হাতে বহন করা ব্যানারগুলোতে লেখা আছে [আরবি]:Надпись на плакате, которую несут протестующие [ар]:
16একনায়ককে না।Нет абсолютному правителю.
17মুরসির নবজাগরণ একেবারে হিটলারের নবজাগরণের মতোই।Возрождение Мурси это тоже, что и возрождение Гитлера.
18স্বেচ্ছাচারী ক্ষমতা মানেই স্বেচ্ছাচারী দূর্নীতি।Абсолютная власть - это абсолютное разрушение.
19অন্যরা চায় এই অজ্ঞতার সমাপ্তি ঘটুকঃДругие призывают положить конец невежеству:
20একজন লোক একটি পোস্টার বহন করছিলেন, যাতে লেখাঃ যেখানে অজ্ঞতার সমাপ্তি ঘটে সেখানে স্বাধীনতার শুরু হয়।Мужчина держит плакат с надписью: «Свобода начинается там, где кончается невежество».
21ছবিটি তুলেছেন লিলিয়ান ওয়াগজি, (সিসি বিওয়াই ২. ০) এর অধীনে ব্যবহৃত।Фото Лилиан Вагди, использовано согласно лицензии CC BY 2.0
22এবং অন্যরা প্রকাশ্যে মুসলিম ব্রাদারহুডের এই ক্ষমতা বৃদ্ধির নিন্দা করছে, যার নেতৃস্থানীয় সদস্য ছিলেন মুরসিঃА еще осуждают растущие полномочия «Братьев-мусульман», лидером которых был Мурси:
23একজন লোক একটি পোস্টার বহন করছিলেন, যাতে লেখাঃ মুসলিম ব্রাদারহুডের অধিকার লঙ্ঘন থেকে মুক্ত হওয়া যাক।Протестующий несет плакат, который гласит: «Прекратим вторжение “Братьев-мусульман”.
24মুক্ত ও স্বাধীন এক মিশর দীর্ঘজীবি হোক।Долгого существования свободному и независимому Египту».
25ছবিটি তুলেছেন লিলিয়ান ওয়াগজি, (সিসি বিওয়াই ২. ০) এর আওতায় ব্যবহৃত।Фото Лилиан Вагди, использовано согласно лицензии CC BY 2.0
26মিশরীয় বিপ্লবে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মারাও আজকের এই প্রতিবাদে অংশ নিয়েছে।Жертвы египетской революции также были упомянуты в духе сегодняшнего протеста.
27ওয়াগজি ঐ ছবিগুলো শেয়ার করেছিলেনঃВагди делится следующими фотографиями:
28প্রতিবাদকারীরা তাদের ব্যানারে সেইসব শহীদদের ছবিও তুলে ধরেছিলেন।Протестующие держат плакаты, на которых изображены жертвы.
29ছবিটি দিয়েছেন লিলিয়ান ওয়াগজি, (সিসি বিওয়াই ২. ০ এর আওতায় ব্যবহৃত।)Фото Лилиан Вагди, использовано согласно лицензии CC BY 2.0
30তাহরিরে মিশরীয় বিপ্লবের শহীদদের মুখাবয়ব নিয়ে তৈ্রী করা একটি ম্যুরাল।Граффити на стене, площадь Тахрир, изображающее некоторых жертв революции.
31ছবিটি তুলেছেন লিলিয়ান ওয়াগজি, (সিসি বিওয়াই ২. ০) এর আওতায় ব্যবহৃত।Фото Лилиан Вагди, использовано согласно лицензии CC BY 2.0
32রাত বাড়া সত্ত্বেও তাহরিরে অবস্থানের এই মূর্তিমান ছবিটি দিয়ে আমরা এই ধারাবাহিকটি শেষ করছিঃИ эта серия заканчивается символической фотографией сидячей забастовки на площади Тахрир, которая продолжается после захода солнца.
33রাত বাড়লেও তাহরিরে অবস্থান নেওয়া প্রতিবাদকারীরা অনড়।Ночь спускается на Тахрир, а протестующие продолжают свою забастовку.
34ছবিটি দিয়েছেন তুলেছেন ওয়াগজি, (সিসি বিওয়াই ২. ০) এর আওতায় ব্যবহৃত।Фото Лилиан Вагди, использовано согласно лицензии CC BY 2.0