Sentence alignment for gv-ben-20140804-44371.xml (html) - gv-rus-20140723-29787.xml (html)

#benrus
1ট্যুর গাইডরা কেবল একটি শহরের ইতিহাসের একটি অংশ আপনাকে বলে।В путеводителях всегда предлагается только один взгляд на город.
2তবে এই এ্যাপটি আপনাকে শহরের অধিবাসীদের কাছ থেকে তাদের নিজেদের গল্প শোনাবেЭто новое приложение позволяет самим жителям поделиться своими историями
3ভয়েসম্যাপ থেকে শব্দের ব্যানার।Изображение с сайта Voicemap.
4অনুমতিক্রমে পুনরায় ব্যবহার করা হল।Использовано с согласия правообладателя.
5আপনি যখন ভ্রমণ করছেন, তখন আপনার গন্তব্যস্থল সম্পর্কে আপনি জানতে চাইবেন।Отправляясь в путешествие, вы, естественно, хотите побольше узнать о том месте, куда вы собираетесь.
6কিন্তু আপনি হয়তোবা একঘেয়ে কিছু বিষয়, ঐতিহাসিক স্মৃতি সৌধ সম্পর্কে জেনে এবং পর্যটন অফিসগুলোর লেখা কিছু ঐতিহ্যবাহী বর্ননা শুনে ক্লান্ত বোধ করছেন। তাই নয় কি?Но вам надоели одни и те же скучные, порой недостоверные факты, исторические памятники и традиционные описания, подготовленные турагентствами?
7ভয়েসম্যাপ থেকে একটি স্ক্রিনশট।Скриншот сайта Voicemap.
8অনুমতিক্রমে পুনরায় ব্যবহার করা হল।Использовано с согласия правообладателя.
9ভয়েসম্যাপ এমন একটি এ্যাপ, যার মাধ্যমে লোকেরা তাদের নিজেদের গল্পগুলো প্রতিবেশীদের জানাতে পারবেন। পেশাদার কন্ঠশিল্পীদের চেয়ে বরং গল্প বক্তাদের নিজ কন্ঠে ট্র্যাকগুলো ধারন করা হয়েছে।Voicemap - это англоязычное приложение, которое позволяет жителям самим рассказать о своих городах, причём в аудио-файлах звучат непосредственно голоса рассказчиков, а не профессиональных актёров озвучивания, что придаёт записям индивидуальность и более душевный характер.
10ট্র্যাকগুলোকে আরও বেশি আন্তরিক এবং ব্যক্তিগত কণ্ঠস্বরপূর্ন করে তোলার জন্য এমনটি করা হয়েছে।После 10 лет путешествий по всему свету создатель приложения Иэн Мэнли [анг] попал на работу в компанию-туроператор.
11এ্যাপটির প্রতিষ্ঠাতা ইয়ান ম্যানলে। ১০ বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণের পর একটি ট্যুর অপারেশন কোম্পানিতে তিনি কাজ শুরু করেন।По опыту своих поездок он мог сказать, что самые яркие впечатления у него оставались тогда, когда кто-нибудь показывал ему свой город и он видел его глазами местного жителя.
12তিনি নিজে যখন ভ্রমণ করেছেন তখন স্থানীয় অধিবাসীদের কেউ যখন তাকে নিজের মতো করে তাদের শহরটিকে দেখিয়েছে তখন তাঁর সবচেয়ে বেশি ভাল লেগেছে।
13তাই তিনি তাঁর জন্মস্থান কেপ টাউন নিয়ে প্রথমে কাজ করা শুরু করেন।Тогда Иэн начал со своего родного Кейптауна, который, по его словам, является очень многогранным городом.
14তিনি বলেছেন, কেপ টাউন এমন একটি শহর যার অনেকগুলো ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট রয়েছে।“Прежде всего, мы очень заинтересованы в том, чтобы не просто предлагать программу поездки.
15একটি স্কাইপ সাক্ষাৎকারের মাধ্যমে তিনি আমাদের বলেছেন, “ইতোমধ্যে, আমরা লোকদের ট্যুরে সাহায্য করার চেয়েও আরও বেশি কিছু করতে আগ্রহী। আমরা এটিকে একটি নতুন মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।Мы хотим представить это приложение как новый канал коммуникации, как способ рассказать свою историю, в которой может содержаться новая и интересная интерпретация”, - рассказал Иэн в своём Skype-интервью.
16আমরা চাই এটি গল্প বলার এমন মাধ্যমে পরিণত হবে যা গল্পগুলোকে আরও নতুন এবং মজার উপায়ে উপস্থাপন করবে।” একটি স্থান সম্পর্কে অনেক ধরনের গল্প তৈরির উপর ভয়েসম্যাপ বেশি গুরুত্ব দিয়েছে।Целью Voicemap является запись множества историй об одних и тех же местах от лица разных людей, а не одного человека, как это принято в туристическом мире.
17কেননা পর্যটনের ক্ষেত্রে গতানুগতিক একই ধরনের কন্ঠস্বরে ধারণ করে গল্প বলার উপায় থেকে তারা বেড়িয়ে এসেছেন।Напротив, разработчики хотят дать людям, которые живут в том или ином регионе, чувство вовлечённости в его жизнь через их собственные истории.
18তাঁর পরিবর্তে তারা স্থানীয় লোকেদের তাদের সম্প্রদায় সম্পর্কে নিজেদের ইতিহাস বলার ক্ষেত্রে স্বকীয়তা বজায় রাখতে চেয়েছেন।
19ওয়েবসাইটটিতে ব্যাখ্যা করা হয়েছেঃКак объяснено на сайте:
20গল্প বলা সবসময়ই আমাদের চারপাশের পৃথিবীকে আরও বেশি অর্থবহ করে তোলে।Истории всегда придавали смысл окружающему нас миру.
21আমরা নিজেদের সম্পর্কে যে গল্প বলি, সেটাই আমাদের বাড়ি। বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া আমাদের গল্পেরই একটি অংশ।Родные места - это история, которую мы рассказываем самим себе, и иногда они также часть истории о том, что значит быть вдали от них.
22মাউন্ট এভারেস্ট, মিসিসিপি নদী, গিজার পিরামিড এবং বার্লিন দেয়াল আসলেই একঘেয়ে গল্প, যা প্রতিদিন বার বার বলা হয়।Гора Эверест, река Миссисипи, пирамиды в Гизе и Берлинская стена на самом деле суть только истории, которые рассказываются снова и снова каждый день.
23আপনার প্রতিবেশীরাও একেকজন একটি গল্প।Ваш город - тоже история.
24ভয়েসম্যাপ সম্পর্কে বর্ননাকারী একটি প্রকল্পের একটি ভিডিও আবার দেয়া হলঃ
25এখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে।В данном видео даётся дополнительное описание Voicemap:
26লোকেরা কোথা থেকে হাঁটা শুরু করবে এবং কোথায় গিয়ে থামবে তার পূর্বাভাস দেয়ার চেষ্টা করা, গল্প বলার সময়ের সাথে চলার গতির সমন্বয় রাখতে শেখা এবং এ ধরনের আরও অনেক কিছু।У проекта есть свои трудности: необходимо предвидеть, где путешественники будут гулять и что их заинтересует, сопоставлять скорость ходьбы со временем звуковой дорожки и так далее.
27ম্যানলে বলেছেন, “যা দিয়ে কোন স্থানকে চেনা যায়, এমন বস্তুর তালিকা লোকজনকে দেয়ার পরিবর্তে স্থানটির সাথে আমরা তাদেরকে জুড়ে দিতে চাই।”“Мы не предлагаем людям список достопримечательностей, вместо этого мы хотим, чтобы они увидели их “изнутри”, - говорит Мэнли.
28আর তাঁর সাথে কিছু বিস্ময় আছে - “কোন স্থান চিহ্নিত করতে একই বস্তু সম্পর্কে মাঝে মাঝে দুইজন ভিন্ন লোক একেবারেই ভিন্ন ভিন্ন মতামত দিতে পারেন।
29কোন এনসাইক্লোপেডিয়া বা গাইডবুক থেকে পাওয়া তথ্যের চেয়ে এগুলো আরও বেশি মজাদার হবে।”Бывают и неожиданности: “Иногда два человека выражают совершенно разные мнения об одном и том же [объекте].
30আইটিউন স্টোরে আপনারা ভয়েসম্যাপ পাবেন।Слушать их гораздо интереснее, чем читать текст справочника или путеводителя”.
31খুব শীঘ্রই আসা একটি এ্যান্ড্রয়েড সংস্করন পেতে আইটিউন স্টোরে চোখ রাখুন।Приложение Voicemap доступно в iTunes store [анг], также скоро появится версия для Android - следите за новостями.
32আপনি যদি একজন গল্প বক্তা হিসেবে এই ওয়েবসাইটটিতে সাইন ইন করতে চান, তবে অনলাইনে কোন একটি গল্প বলার মাধ্যমে আপনি শুরু করতে পারেন।Если же вас заинтересовала возможность рассказать свою историю, то можете оставить её на сайте приложения [анг].