Sentence alignment for gv-ben-20090923-6471.xml (html) - gv-rus-20091008-235.xml (html)

#benrus
1কাজাখস্তান: প্রচারণা এ্যালার্জিКазахстан: Аллергия на пропаганду
2মেগাখুইমিয়াক যেমনটা বর্ণনা করেন, গত সপ্তাহে কাজাখস্তানে যেন ভীমরতি আরো বৃদ্ধি পেয়েছে।В Казахстане на минувшей неделе, по выражению megakhuimyak, «маразм крепчал со страшной силой».
3রাকহাত আলিয়েভ দেশটি রাষ্ট্রপতির প্রাক্তন জামাতা। তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন কারণ তিনি এখন দেশটি থেকে বিতাড়িত এক নম্বর শত্রু।В стране не стихает ажиотаж по поводу экс-зятя президента Рахата Алиева, ныне - врага государства №1 в эмиграции.
4লোকজন শংকিত দেশটির একদা সম্ভাব্য গোষ্ঠীতন্ত্রের একজন এবং গোয়েন্দা বিভাগের প্রাক্তন কর্মকর্তা এই ব্যক্তিটি এখন বিচার বিভাগের কারণে পলাতক এবং বর্তমানে ইন্টারনেটের তথ্য নিয়ন্ত্রণের মাধ্যমে বাক স্বাধীনতার অবনতি ঘটানোর এক খারাপ আদর্শে পরিণত হয়েছে [রুশ ভাষায়]।Боязнь граждан перед некогда всемогущим олигархом и спецслужбистом сменилась страхом быть обвиненным в связях с беглым преступником, и умножилась новыми стандартами регулирования Интернета:
5সেন্টার অফ গ্রাভিটি [জনপ্রিয় কাজাখ ফোরাম বা আলোচনা সভা] এখন এর ব্যবহারকারীদের “আলিয়েভ” শব্দটি ব্যবহার করা থেকে বিরত রাখতে চাইছে।На [популярном казахстанском форуме] Центре тяжести оказывается в сообщении нельзя написать слово “Алиев”, вместо него программа ставит точки.
6যখন এই নামটি দেওয়া হয়, তখন সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে এই শব্দটি না নিয়ে কাজ করতে শুরু করে, এমনকি অন্য কারো নামের সাথে যদি আলিয়েভ যুক্ত থাকে তা হলেও একই ঘটনা ঘটছে।Причем это действует, если даже “алиев” - составная часть другой фамилии. Дожили.
7এই নতুন নিয়ম নিয়ে কয়েকটি প্রাণবন্ত আলোচনার পর, এই ফোরামের প্রশাসক বা এডমিনিস্ট্রেটর এই নামটি অপসারণ করা বন্ধ করে এবং এই নাম নিয়ে আলোচনা বন্ধ করার হুমকি উঠিয়ে নেয়।Правда, вскоре после оживленного обсуждения нововведения администрация форума исправилась, отменила цензуру фамилии, а тему с обсуждением удалила.
8সবকিছুর পর তারা আমাদের সামান্য সুবিধা প্রদান করে”। মেগাখুইমিয়াক মন্তব্য করেছেন [রুশ ভাষায়]।«Пару капелек из себя выдавили все-таки», комментирует megakhuimyak.
9মেনটালি ৩৩ উদ্ধৃত করেছে বিরোধীদের এক লিখিত ঘোষণা যা কাজাখস্তানের মানবাধিকার এক্টিভিস্ট ইয়েভগেনি জোহভিস্টকে নিয়ে লেখা হয়েছে, তাকে চার বছরের জেল প্রদান করা হয়েছে। এই ঘোষণায় দাবি করা হয়েছে জোহভিস্ট দেশটির আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং রাজনৈতিক পদ্ধতির কঠোর সমালোচনা করেছিল।mnatali33 цитирует заявление оппозиции на тему осуждения главного казахстанского правозащитника Евгения Жовтиса, в котором приговор - 4 года заключения - называют следствием его принципиальной критики правоохранительной, судебной и политической системы.
10ব্লগার হতাশার সাথে যোগ করেছেন [ রুশ ভাষায়]:Блоггер добавляет в отчаянии:
11যতদিন পর্যন্ত আমরা এই বিষয়টি সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবারে তুলে আনবো না- আমরা কখনই কোন কিছু অর্জন করতে পারব না- আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন?- কোন অধিকার থাকবে না, অথবা মানবাধিকার থাকবে না, অথবা দেশটি আইন পালনকারী রাষ্ট্র হবে না।Пока мы молчим и хаваем все это на завтрак, обед и ужин, не будет, слышите, НИКОГДА не будет у нас ни прав, ни правозащитников, ни правового государства
12বিষয়টি নিশ্চিত করা হয়, ডাস উদ্ধৃতি করেছেন বছরের শুরুতে দেশটির সরকারি কর্মকর্তাদের পরিসংখ্যান নিয়ে প্রতারণার ঘটনা- এই ঘটনায় নয় বিলিয়ন ট্যাঙ্জ (প্রায় ৬০ মিলিয়ন ডলার) নয় ছয় করা হয় -এবং ব্লগার তার নিজস্ব গাণিতিক হিসেব এর সাথে যুক্ত করেছে [রুশ ভাষায়]।Словно в подтверждение этого dass приводит официальную статистику хищений из госбюджета с начала года - около девяти миллиардов тенге (более 60 млн. долларов) - и дополняет его приблизительными математическими выкладками:
13যে সংখ্যাটি জনতার সামনে দেওয়া হয়েছে তা বছরের প্রথম ছয় মাসের হিসেব মাত্র, এবং এখানে আদালত যে সিদ্ধান্ত প্রদান করেছে তার ভিত্তিতে এই পরিমাণ চুরির কথা উল্লেখ করা হয়েছে।Озвучены цифры за полгода и только те, которые подтверждены судебными решениями.
14এখানে কেবল সেই পরিমাণ টাকা যোগ করা হয়েছে। ধারণা করা যেতে পারে চুরির বেশীরভাগ টাকা এখনো উদ্ধার করা হয় নি এবং এই বিষয়টি নিয়ে এখনো তদন্ত হচ্ছে, আমি বর্তমান বছরের হিসেবে আবিষ্কার করেছি, চুরি যাওয়া টাকার পরিমাণ প্রায় ২০০ বিলিয়ন ট্যাঙ্জ।Предполагая, что большая часть хищений еще не раскрыты, а часть находится в стадии досудебного расследования, оцениваю объем хищений в текущем году примерно в 200 миллиардов тенге.
15মান্ত্রভাকজস আবার ফিরে এসেছেন আলিয়েভের বিষয়ে, আলিয়েভ সম্প্রতি এক সরকার বিরোধী আন্দোলনের ঘোষণা দিয়েছে [রুশ ভাষায়]:Mantrovkz возвращается к теме Алиева, который на днях объявил о создании некого оппозиционного движения:
16কাজাখস্তানের সরকার বিরোধী দল যারা দুর্বল, তারা তাদের বিভিন্ন পরিকল্পনার কারণে প্রচারণা পেয়েছে।Оппозиция в Казахстане - это сборище бывших чиновников, запалившихся на своих махинациях.
17এখন উন্মাদ রাখহাত আলিয়েভ এক যৌথ বিরোধী দল তৈরি করার চেষ্টা করছে, যার নাম “স্বাধীন কাজাখস্তানের জন্য”।Теперь еще и неадекватный маньяк Рахат Алиев создает оппозиционное объединение “За свободный Казахстан».
18ব্যক্তিগত ভাবে আমি কাজাখস্তানকে আলিয়েভ, আবলিজভ, কাজহেজেলজিন ও অন্যান্যদের থেকে মুক্ত দেখতে চাই, এদের সাথে দেশে বর্তমানে যে সমস্ত তস্কর ও চোর রয়েছে তাদেরকে যুক্ত করতে চাই, যারা এখনো নিজেদের বিরোধী হিসেবে ঘোষণা করেনি। এছাড়া লেখাটি নিউইউরেশিয়ায় পোস্ট করা হয়েছে।Лично я - за Казахстан свободный от Алиева, Аблязова, Кажегельгина, и других - в т.ч. действующих - коррупционеров и воров, еще не объявивших себя оппозиционерами.