Sentence alignment for gv-ben-20150927-49793.xml (html) - gv-rus-20150724-39850.xml (html)

#benrus
1শৌচাগার অপ্রতুলতার কারণে স্বাস্থ্যবিধিতে পিছিয়ে পড়ছে ভারতКатастрофическая нехватка туалетов в Индии: не только гигиенические последствия
2দু'বোনকে ধর্ষণের করে হত্যার ঘটনার পর সচেতনতা সৃষ্টি করতে ভারতের উত্তরপ্রদেশের “প্রতিটি বাড়িতে শৌচাগার” প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। ছবি তুলেছেন দীপক মালিক।После изнасилования и ужасного убийства двух сестер, взволновавшего всю нацию, в Индии (начиная с печально известного штата Уттар-Прадеш) была запущена кампания под названием «Туалет в каждый дом».
3স্বত্ত্ব: ডেমোটিক্স (৩১/০৮/২০১৪)।)Фотография Дипак Малик.
4ভারতের জনসংখ্যা ১২০ কোটি।Copyright Demotix (31/08/2014)
5এর অর্ধেকই আবার গ্রামে বাস করেন।[Все ссылки в тексте - на английском языке]
6এদের বাড়িতে ফ্লাশ টয়লেট সুবিধা নেই। বাধ্য হয়েই তারা খোলা মাঠে কিংবা অস্বাস্থ্যকর শুকনো গর্তে শৌচকর্ম করেন।Практически половина из 1,2 миллиарда жителей Индии, живущих, в основном, в деревнях, не имеют туалетов с автоматическим сливом в собственном доме и вынуждены справлять нужду на свежем воздухе или над грязными ямами, далекими от представлений развитого мира о санитарии.
7গ্রামের ৭২ শতাংশের বেশি মানুষ খোলা মাঠে কিংবা গর্তে শৌচকর্ম সারেন।Так живут более 72% обитателей сельской местности.
8পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রণালয়ের ২০১২ সালের বেইজলাইন প্রতিবেদনে দেখা গেছে, ওড়িশায় ৮৮ শতাংশ, বিহারে ৭৯ শতাংশ, ঝাড়খণ্ডে ৭২ শতাংশ, জম্মু ও কাশ্মিরে ৭৫ শতাংশ এবং তেলাঙ্গানায় ৭৪ শতাংশ বাড়িতে শৌচাগার নেই।
9বাড়ির বাইরে খোলা আকাশের নিচে মল ত্যাগের কারণে ভারতে সামাজিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। ২০১৫ সালের ৪ জুলাই ঝাড়খণ্ডে ঝুমকা নামের ১৭ বছরের এক কিশোরী আত্মহত্যা করে।В специальном докладе правительства 2012 года, подготовленном Министерством питьевой воды и гигиены, указывается, что такие штаты как Одиша (88%), Бихар (79%), Джаркханд (72%), Джамму и Кашмир (75%) и Телангана (74%) демонстрируют высокий процент домашних хозяйств без туалетов.
10আত্মহত্যার কারণ হিসেবে জানা যায়, সে বাইরে শৌচকর্ম করা নিয়ে লজ্জিত ছিল।В конечном счете эта «туалетная» практика вызвала значительное ухудшение социальных проблем в Индии.
11সেজন্য বাবা-মাকে অনুরোধ করেছিল বাড়িতে শৌচাগার নির্মাণ করতে। কিন্তু বাবা-মা সেটা না করায় সে আত্মহত্যা করে।4 июля 2015 года, в округе Думка (штат Джаркханд) 17-летняя девушка, которая стыдилась справлять нужду на улице, совершила самоубийство после того, как ее родители отказали в неоднократных просьбах построить туалет.
12গত বছর উত্তর প্রদেশের কাটরা বাদায়ুন জেলায় দুই কিশোরীকে গণধর্ষণেরপর গাছে ঝুলিয়ে হত্যা করা হয়।В прошлом году двое девушек-подростков из района Катра Бадаун в штате Уттар-Прадеш стали жертвами группового изнасилования и были затем повешены.
13প্রতিবেদনে জানা যায়, কিশোরীদ্বয় রাতে মলত্যাগের উদ্দেশ্যে বাইরে গিয়েছিল।По имеющимся данным, они вышли по нужде в ночное время и не вернулись.
14পরে আর ফিরে আসেনি। কিশোরী ও নারীদের হয়রানীর প্রধান একটি কারণ হলো খোলা আকাশের নিচে শৌচকর্ম করা।Дефекация на открытом воздухе - одна из основных причин нападений на юных девушек и женщин.
15গাছপালা কাটার কারণে একটু আড়ালে যে করবে, সেটাও কঠিন হয়ে পড়েছে।Вырубка лесов вокруг деревень значительно усугубила проблему поиска места для того, чтобы справить нужду.
16তরুণীরা এর সমাধান খুঁজতে সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন।Представительницы женского пола всех возрастов пытаются привлечь внимание к этой проблеме.
17২০১৪ সালের ১৫ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে স্বচ্ছ ভারত অভিযানের কথা বলেছেন।
18সেখানে তিনি ভারতের প্রতিটি স্কুলে স্যানিটেশন ব্যবস্থা প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন।15 августа 2014 года премьер-министр Нарендра Моди в своей первой речи в День Независимости страны заговорил о «Swachh Bharat Abhiyan» (миссия «Чистая Индия»).
19তিনি বলেছেন: এটা দেশের জন্য খুব লজ্জার।Он сделал акцент на важности создания надлежащих санитарных условий в каждой индийской школе:
20আমরা একদিকে বৈশ্বিক সক্ষমতা অর্জনে স্বপ্ন দেখছি, অন্যদিকে স্যানিটারি সুবিধার অভাবে নারীরা পিছিয়ে পড়ছে।
21ভারতের কোনো কোনো রাজ্য বিষয়টিকে খুব গুরুত্বের সাথে নিয়েছে।Это просто позор для страны со столь высокими устремлениями, в которой отсутствие элементарных санитарных удобств унижает женщин.
22যেমন লুধিয়ানা।Некоторые регионы Индии восприняли его слова очень серьезно.
23তারা ২০১৭ সালের মধ্যে ১০০টি গ্রামের লোকজন যাতে আর খোলা আকাশের নিচে শৌচকর্ম না করে সেই উদ্যোগ নিয়েছে।В рамках этой программы в штате Лудхиана 100 деревней должны покончить с дефекацией на улице к 2017 году.
24উল্লেখ্য, এর আগে ‘নির্মল ভারত অভিযান' নামের আরেকটি প্রচারণা কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছিল। যার উদ্দেশ্য ছিল, ঘরে ঘরে শৌচাগার প্রতিষ্ঠা করা।Во время предыдущих кампаний, таких как «Nirmal Bharat Abhiyan», уже делались попытки создать «спрос на туалеты», но это не привело к желаемому результату и затея провалилась.
25কিন্তু সেটা সফলতার মুখ দেখেনি।Благодаря инициативе Моди к «туалетному вопросу» было привлечено всеобщее внимание.
26মোদীর উদ্যোগ নিয়ে মূলধারার মিডিয়াতে যে আলোচনা হচ্ছে, তাতে বেশ উদ্বেগ প্রকাশ পেয়েছে।
27এদিকে সোশ্যাল মিডিয়ার আলোচনা থেকেও এটা স্পষ্ট যে, এ বিষয়ে সচেতনতা বাড়ছে:
28#লজ্জাহীনবিজেপি, ওডিশার ৮৮ শতাংশ বাড়িতে টয়লেট নেই।Реакция в социальных медиа свидетельствует о растущем уровне осознания проблемы среди населения:
29জনসম্মুখে মূত্রত্যাগের জন্য ১০৯ ধারায় ২৪ ঘণ্টা জেলের বিধান রয়েছে।#ShamelessBJD 88% домохозяйств в штате Одиша не имеют туалетов. http://t.co/B1aJRgWqdh
30অথচ ভারতের ৬৩৫ মিলিয়ন লোকের টয়লেটে প্রবেশাধিকার নেই।Мочеиспускание на публике привело 109 [человек] в тюрьму на 24 часа.
31নয়া দিল্লির ইউনিভার্সিটি অব শিকাগো সেন্টার একটি সম্মেলনের আয়োজন করেছিল।Не особенно действенная мера для Индии, где 635 миллионов человек не имеют никакого доступа к туалетам.
32সেখানে ওয়াটার এইড নামের একটি এনজিও'র পানি ও স্যানিটেশন বিভাগের পলিসি বিষয়ক প্রধান নিত্য জ্যাকব ভারতীয়দের প্রতিদিনের জীবনে পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধিকে প্রাধান্য দিতে বলেছেন।На конференции, организованной Центром Чикагского университета в Нью-Дели, Нитья Джейкоб, одна из ведущих сотрудников некоммерческой организации WaterAid, которая занимается проблемами в сфере водоснабжения и санитарии, рекомендовала «интегрировать» вопросы, связанные с водой, санитарией и гигиеной (WASH) в повседневную жизнь индийцев.
33স্বাস্থ্যকর শৌচাগার থাকা সত্ত্বেও খোলা আকাশের নিচে মলত্যাগ করার সম্ভাবনা বেশি রয়েছে। অন্য আরেকটি চ্যালেঞ্জও রয়েছে।Даже несмотря на то, что повсюду строятся нормальные туалеты, люди все равно предпочитают справлять нужду на открытом воздухе, потому что это считается более здоровым.
34সেটা হলো বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগের প্রতি মনোযোগ আকর্ষণ করানো।Обеспечение доступа к чистой воде также является проблемой, требующей немедленного решения.
35শুধু শৌচাগার বানিয়ে সবার স্বাস্থ্যবিধি'র পরিবর্তন ঘটানোর ব্যাপারে বিশেষজ্ঞরা সন্দিহান রয়েছেন।Эксперты сомневаются в том, что строительство туалетов (без каких-либо дополнительных мер) приведет к изменению исторически сложившихся представлений сообщества о гигиене.
36জ্যাকবের পাশাপাশি সাহায্য এবং উন্নয়ন বিষয়ক সফটওয়্যার কোম্পানি অ্যাভকোস এশিয়া হাবের প্রকল্প পরিচালক অমিতাংশু আচার্য হাফিংটন পোস্ট ইন্ডিয়ায় সমস্যার অন্য একটি দিক তুলে ধরেছেন:
37সরকারি দফতরের বেশিরভাগ প্রকৌশলীই পুরুষ। অন্যদিকে নারী যারা আছেন, তারা টয়লেট নির্মাণের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন।Нитья Джейкоб и Амитаншу Ахария, программный директор компании, специализирующейся на разработке программного обеспечения, Avko, предложили рассмотреть другой аспект проблемы в статье для индийского издания Huffington Post:
38পুরুষ প্রকৌশলীরা কারিগরি দিক দিয়ে ঠিক হচ্ছে কীনা সেটার উপর গুরুত্ব দিলেও নারী প্রকৌশলীরা টয়লেটের ডিজাইনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যাতে নারীদের গোপনীয়তা রক্ষা হয় এবং ঋতুকালীন সময়ের প্রয়োজনগুলোও মেটে।
39এরপরে মানসম্পন্ন যেসব শৌচাগার নির্মাণ করা হয়েছে সেগুলো ব্যবহারের অসুবিধার দিকগুলো তুলে ধরেছেন:Большая часть инженеров в государственных ведомствах - мужчины, тогда как именно женщины являются той частью населения, которая поддерживает строительство туалетов.
40টয়লেট প্যানের অ্যাঙ্গেলগুলো যথেষ্ট খাড়া নয়। আবার গর্তের উপরে প্যানের সাথে যুক্ত করতে যে পাইপটি ব্যবহার করা হয়েছে, সেটার ঢালুও ঠিকমতো হয়নি।Инженеры-мужчины фокусируются исключительно на технических нюансах, а вовсе не на нуждах женщин (и других пользователей), которым требуется помещение, где можно уединиться и спокойно решить все элементарные гигиенические вопросы.
41আবার দেখা গেছে, পিট তার নিজের ভারেই ভেঙ্গে পড়ে।Они также добавляют, что качество разработанных туалетов усложняет процесс их использования:
42ভারতজুড়ে স্বাস্থ্যবিধি'র প্রতি এই যে আচরণ, তা আসলে বৈষম্যমূলক জাতিভেদপ্রথা থেকে প্রভাবিত।Угол унитаза недостаточно крут, либо труба, соединяющая кафельную чашу с отверстием, неправильно наклонена, либо отверстие разрушается под собственным весом.
43অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থার কারণে ভারতে নিম্নবর্গের একটি জাতিই তৈরি হয়েছে।На формирование плохих привычек в области гигиены в Индии сильно повлияла кастовая система.
44এরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানব বিষ্ঠা পরিষ্কার করে। এদেরকে ‘অস্পৃশ্য' বলে দূরে রাখা হয়।Из-за отсутствия дренажной системы уборкой экскрементов вручную занимались члены низшей касты, так называемые «неприкасаемые», что до сих пор является распространенной практикой для высших каст.
45সমীর কামাট এই বিষয়ের উপর আলোকপাত করেছেন:Самир Камат проливает свет на эту тему:
46বড় শহর ও গ্রামে মানব বিষ্ঠা হাতে পরিষ্কার করার ঘটনা রয়েছে।Существуют документально подтвержденные случаи ручной чистки даже в крупных городах и деревнях.
47২০০৮ সালে দিল্লিতে একটি জরিপ পরিচালনা করা হয়েছিল।Например, исследование, проведенное в Дели в 2008 году, выявило 13 женщин, работающих на уборке фекалий.
48সেখানে ১৩ জনকে পাওয়া যায়, যারা হাত দিয়ে মানব বিষ্ঠা পরিষ্কারের কাজ করেন।Другой пример - Мирут, один из крупнейших городов в Уттар-Прадеш, расположенный в 60 километрах от столицы.
49২০১০ সালে উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ শহর মিরাটের একটি জরিপ পরিচালনা করা হয়েছিল।Согласно исследованию, проведенному в 2010 году, на тот период времени 392 человека работали в Мируте на уборке экскрементов.
50সেখানেও ৩৯২ জনকে পাওয়া গিয়েছিল যারা হাত দিয়ে মানব বিষ্ঠা পরিষ্কারের কাজ করেন।Аспирант Жаклин Сьезлак говорит и о более оригинальных способах помешать людям совершать мочеиспускание прилюдно, отмечая определенную взаимосвязь между религиозными убеждениями и использованием туалетов в Индии:
51জ্যাকুলিন সিস্ল্যাক নামের একজন পিএইচডি গবেষক ভারতে ধর্ম এবং টয়লেট ব্যবহারের মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন।[…] практика установления изображений богов на стенах публичных зданий в Индии позволяет предотвратить публичные мочеиспускания в этих местах.
52আর এজন্য তিনি জনসাধারণকে যেখানে-সেখানে প্রস্রাব করা থেকে বিরত রাখতে উদ্ভাবনী উপায় বাতলে দিয়েছেন: … পুরুষদের প্রস্রাব করা থেকে বিরত রাখতে ভারতে সরকারি ভবনের দেয়ালে [যেসব জায়গায় মানুষজন প্রস্রাব করে] দেবতাদের ছবি টাঙ্গাতে হবে।Это своего рода вера в убеждения других людей и их готовность изменить свое поведение в соответствии с этими религиозными убеждениями - иными словами, необязательно верить в индийских богов, чтобы понять, что те, кто верит в этих богов - не будут писать на них.
53এটা এক ধরনের প্রক্সি বিশ্বাস, যা অন্যরা ধারণ করে। এতে করে তারা তাদের আচরণ পরিবর্তন করবে।Учитывая все вышесказанное, можно сделать вывод, что высшие касты скорее всего воспользуются преимуществами этого проекта.
54অন্যদিকে যারা হিন্দু দেবতাদের বিশ্বাস করে না, তারাও অন্যদের দেখাদেখি মূত্র ত্যাগ করা থেকে বিরত থাকবে।
55পরবর্তীতে প্রাপ্ত তথ্য থেকে দেখা গেছে, উচ্চবর্ণের লোকদের এই পরিকল্পনা থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি।Чтобы изменить отношение к гигиене в обществе, необходимо в целом повышать уровень информированности населения.
56তাই আচরণের পরিবর্তন আনতে ব্যক্তির শৌচাগারের স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব আরোপ করার পাশাপাশি সম্প্রদায়ের সবাইকে সচেতন করে তুলতে হবে।
57স্বচ্ছ ভারত অভিযান পরিচালনা করতে স্বাস্থ্যকর শৌচাগারের চাহিদা সৃষ্টির চেয়ে এ বিষয়ে সচেতন করে তুলতে বেশি অর্থ বরাদ্দ করতে হবে।Это потребует больше средств, выделяемых на «повышение осведомленности» и «создание спроса на туалеты» в программе «Swachh Bharat Abhiyan», наряду с мониторингом, который в дальнейшем позволит оценить результаты проекта.
58এবং সেটার ফলাফল কেমন হচ্ছে, সেটার জন্য কার্যকরী মনিটরিং ব্যবস্থা করতে হবে।