Sentence alignment for gv-ben-20140424-42848.xml (html) - gv-rus-20140330-28631.xml (html)

#benrus
1ইন্দোনেশিয়ায় নির্বাচনী প্রার্থীদের বিরুদ্ধে ‘অশোভন’ প্রচারাভিযানে শিশুদের ব্যবহারের অভিযোগИнденозийских кандидатов обвиняют в том, что дети посещают «неприличные» шоу
2ইন্দোনেশিয়ার রাজনৈতিক দলগুলো এখন ২০১৪ সালের সংসদ নির্বাচনের জন্য প্রচারাভিযান চালাচ্ছে।Все ссылки в статье ведут на сайты на индонезийском языке, если не отмечено особо.
3তবে প্রচারাভিযান র‍্যালিগুলোতে শিশুদের এনে তাঁরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে মর্মে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।Политические партии, участвующие в выборах в парламент Индонезии 2014 года, обвиняются [анг] в нарушении правил путём вовлечения детей в предвыборные митинги.
4এই প্রচারাভিযানগুলো শুরু হয়েছে ১৬ মার্চ এবং শেষ হবে আগামী ৫ এপ্রিল।Избирательная кампания стартовала 16 марта и кончится 5 апреля.
5ইন্দোনেশিয়ায় দ্যাংদুত শিল্পী এবং পেশাদার আনন্দদানকারীদেরকে ব্যবহার করে প্রচারাভিযান চালানোর ধরনটি বেশ জনপ্রিয় হলেও বিতর্কিত।Популярная, но спорная форма агитации - использование певцов и танцоров в стиле дангдут [рус].
6দ্যাংদুত হচ্ছে ইন্দোনেশিয়ার লোকসংগীতের একটি ধরণ। এতে হিন্দুস্তানি, মালয় এবং আরবি কন্ঠ্য এবং বাদ্যযন্ত্রের একটি মিশ্রণকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করা হয়।Дангдут - это индонезийский народный жанр, берущий истоки в индийской, малайской и арабской музыке.
7আজকাল কোমর চক্রাকারে দুলিয়ে দুলিয়ে এবং যৌন উত্তেজক কোমড় দোলানো নাচ সহকারে দ্যাংদুতের আধুনিক সংস্করণটি উপস্থাপন করা হয়।В современных версиях дангдута также часто используются вращение бёдрами и тверкинг [рус].
8রাজনৈতিক খ্যাতি প্রত্যাশীরা প্রায়ই দ্যাংদুত শোভিত “মজার” মঞ্চে আনন্দ অনুভূতি প্রকাশ করে তাদের সমর্থকদের আকর্ষণ করার চেষ্টা করে থাকেন।Политические кандидаты часто приглашают своих сторонников на «весёлые» этапы, поддерживаемые исполнителями дангдута.
9অনেক নেটিজেন প্রচারাভিযান র‍্যালি চলা সময়ের দ্যাংদুত পরিবেশনার বিভিন্ন ছবি পোস্ট করেছেন। তারা ভিন্ন মত পোষণ করে বলেছেন, শিশুদের এসব নির্বাচনী কর্মকান্ড দেখা উচিৎ নয়ঃМногие интернет-пользователи публиковали фотографии с выступлений дангдут-артистов на предвыборных митингах, чтобы подтвердить своё мнение - дети это смотреть не должны:
10শিশুদের সামনে পর্নোগ্রাফিক প্রচারাভিযান।Порнографическая кампания перед детьми.
11এই প্রচারাভিযানগুলো এভাবে হওয়াই উচিৎ নয়। আর সে কারণেই শিশুদের এসব প্রচারাভিযানে অংশগ্রহণ করা উচিৎ নয়।Одна из причин, почему дети не должны участвовать в кампаниях, это не должно быть так.
12সমগ্র দেশজুড়ে আইনসভার সাধারণ নির্বাচন কমিটি প্রবিধান (পিকেপিও) নং ১৫ (কে) ২০১৩ [মনো] অনুযায়ী, প্রচারাভিযান সমাবেশে অপ্রাপ্তবয়স্কদের অংশগ্রহণ নিষিদ্ধ।По Правилу всеобщей избирательной комиссии (PKPU) № 15 (k) 2013 несовершеннолетним запрещено посещать предвыборные митинги.
13এই নিষেধাজ্ঞা সত্ত্বেও সকল রাজনৈতিক দল সাম্প্রতিক সময়ে তাদের প্রচারাভিযান কর্মকান্ডগুলোতে শিশুদের ব্যবহার করছে।Однако все политические партии сейчас позволяют детям присоединяться к агитационным мероприятиям.
14শিশু সুরক্ষা কমিশনের (কেপিএআই) দেয়া তথ্য অনুযায়ী, প্রায় সবগুলো প্রচারাভিযান কর্মকান্ডেই শিশুদের অংশগ্রহণের খবর পাওয়া গেছে।Согласно данным Комиссии по защите детей (KPAI), детей заметили почти на всех мероприятиях этой кампании.
15এই খবরের প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলগুলো দাবি করেছে যে ইতোমধ্যে তারা তাদের সমর্থকদের প্রচারাভিযান র‍্যালিগুলোতে তাদের বাচ্চাদের না নিয়ে আসার অনুরোধ জানিয়েছে। কিন্তু এখনও অনেকে এই সাধারণ নির্দেশটি মানতে পারছেন না।В ответ партии заявили, что уже советовали своим сторонникам не приносить детей на митинги, но многие из них не могут выполнить указание.
16গোলকার পার্টির প্রচার সম্পাদক আবুরিজাল বাকরি বলেছেন, গোলকার পার্টির বেশিরভাগ সমর্থক তাদের বাচ্চাদের বাড়িতে রেখে আসতে পারছেন না। কারণ, তাদের বাড়িতে বাচ্চাদের দেখাশুনা করার মতো কোন লোক বা গৃহকর্মী নেই।Абуризал Бакри, кандидат от партии Голкар, сказал, что большинство поддерживающих Голкар не могут оставить детей дома, потому что у них нет нянь или служанок.
17আবার, জাস্টিস এন্ড প্রোস্পারিটি পার্টি (পিকেএস) জোর দিয়ে বলেছে, শিশুদের প্রচারাভিযান র‍্যালিগুলোতে নিয়ে আসাটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে বাল্য শিক্ষা প্রদানের একটি অংশ।Между тем, Партия справедливости и благоденствия (PKS) утверждает, что привод детей на предвыборные митинги - это часть раннего образования в демократическом процессе [инд].
18কয়েকটি শহরে পিকেএস তাদের প্রচারাভিযান স্থলগুলোতে শিশুদের জন্য দিবা পরিচর্যা কেন্দ্র স্থাপন করেছে।В некоторых городах PKS установила в местах проведения митингов детские центры.
19এখানে একটি প্রচারাভিযান স্থলের দিবা পরিচর্যা কেন্দ্রে কয়েকটি শিশু খেলাধুলা করছে।Здесь некоторые дети играют в агитационном детском центре.
20ক্ষমতাসীন দল ড্যামোক্রেট এবং বিরোধী দল পিডিআইপি'কে যখন প্রচারাভিযান র‍্যালিতে শিশুদের উপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন উভয়ই এ বিষয়ে সম্মত হয়েছে যে নির্বাচন সম্পর্কিত কর্মকান্ডে শিশুদের অংশগ্রহণ কোন সমস্যা হিসেবে চিহ্নিত হওয়া উচিৎ নয়।Когда вопрос о присутствии детей на митингах был задан правящей демократической партии и оппозиционной ИДП, обе согласились, что посещение детьми связанных с выборами событий не должно быть проблемой.
21এদিকে, শিশু মনোরোগ বিশেষজ্ঞ সেতো মুলিওনো বলেছেন, যে সব পিতামাতা প্রচারাভিযান মৌসুমে তাদের বাচ্চাদের বাড়িতে একা রেখে যেতে পারেন না, সে সব পিতামাতার কোন র‍্যালিতে একেবারেই যাওয়া উচিৎ নয়।Но вот детский психолог Сето Мулино говорит, что родители, которые не могут оставить детей дома во время предвыборной кампании, не должны ходить на митинги вообще.
22এসব প্রচারাভিযান সভাতে অংশ নিলে বিনামূল্যে অনেক ধরনের জিনিসপত্র এবং অন্যান্য উপহার সামগ্রী পাওয়া যায়। দূর্ভাগ্যবশত, এসব কারনে সাধারণ কর্মী সমর্থকদের পক্ষে এগুলো এড়িয়ে যাওয়া অতোটা সহজ নয়।К сожалению, для обычных сторонников партий всё не так просто, потому что предвыборный сезон синонимичен получению бесплатных товаров и других подарков, если посетить агитационную площадку.
23বেশ মজার কৌতুক!Как смешно!
24আরটি @কমপাসকমঃ প্রচারাভিযানগুলোতে অংশ নিতে গিয়ে শিশুরা স্কুলে যাওয়া ছেড়ে দিচ্ছে।RT @kompascom: Посещая кампании дети пропускают школу.
25যদি মঞ্চ থেকে টাকা ছুড়ে দিয়ে লোকেদের মাঝে টাকা নেওয়ার জন্য মারামারি না বাঁধানো হতো, তবে প্রচারাভিযানগুলো আরও বেশি মর্যাদাপূর্ণ হয়ে উঠতো।Кампании будут достойней, если на них люди не будут драться за деньги, брошенные со сцены.
26প্রচারাভিযানের সময়ে শিশুদের হাতে নগদ অর্থ প্রদানের ঘোর নিন্দা জানিয়েছে শিশু সুরক্ষা কমিশন কেপিএআই।Комиссия по защите детей (KPAI) осуждает денежные подачки детям на митингах.
27“একটি প্রচারাভিযানে একটি শিশু” মেমে:- শিশুঃ মা, আমি শুধু স্পঞ্জি বব কার্টুন দেখতে চাই।История “Ребёнок на кампании”: -Ребёнок: Я только хочу посмотреть Спанч Боба, мам.
28-মাঃ আমি জানি, সোনা।-Мама: Я знаю, детка.
29কিন্তু তারা আমাদের বিনামূল্যে দুপুরের খাবার এবং সাথে হাত খরচ বাবদ কিছু টাকা দিবে।
30সুহার্তো ৩১ বছর ইন্দোনেশিয়া শাসন করেছেন।Но они дают нам бесплатный обед и карманные деньги.
31তাঁর পতনের এক বছর পর ১৯৯৯ সালে ইন্দোনেশিয়াতে প্রথম পূর্ণ গণতান্ত্রিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। @পিকেএস_ক্রিয়াটিফ থেকে *থাম্বনেইলটি ব্যবহার করা হয়েছে।Первые по-настоящему всеобщие демократические выборы прошли в Индонезии в 1999 году, через год после падения Сухарто, который правил страной 31 год.