Sentence alignment for gv-ben-20100124-8960.xml (html) - gv-rus-20100121-1069.xml (html)

#benrus
1কলম্বিয়া: খারাপের মাঝ থেকে ভালো লোক বের করা খুব কঠিনКолумбия: сложно сказать, кто хороший, а кто плохой
2আমার ক্যামেরা। ছবি মারসিন উইচেরি।Моя Камера, Марсин Вичери
3প্রথমত: মা এবং পরিবারের সদস্যদের একটি প্রতিবাদ শোভাযাত্রায় দেখা যাচ্ছে যেখানে সামরিক বাহিনী কোন রকম শাস্তির মুখোমুখি হবার ভয়ে ভীত না হয়ে এক তরুণকে মেরে মেরে ফেলে যাকে বলা হচ্ছে ফলস পজেটিভ বা ভুল করে মেরে ফেলা।
4সম্প্রতি অপরাধী বলে মনে নিরীহ ব্যক্তিকে মেরে ফেলার এই ঘটনায়, মনে হয়েছে যে সামরিক বাহিনী এই তরুণ ব্যক্তিকে গ্রাম্য এলাকায় কাজ দেবার কথা বলে প্রলুব্ধ করে।
5সেখানে নিয়ে তাকে তারা হত্যা করে এবং এমন ভাবে রেখে যায় যেন দেখে মনে হয়, যে গোলাগুলির সময় এক গেরিলা যোদ্ধা নিহত হয়েছে।Через гражданское видео различные колумбийские организации делятся своими взглядами на преступность, жестокость и вооруженные конфликты, где сложно разобрать, кто прав, а кто виноват.
6তবে যখন এই বিচার নির্ধারিত সময় আরম্ভ হতে পারেনি, তখন সামরিক বাহিনীর অভিযুক্ত ১৭ জন ব্যক্তিকে মুক্ত করে দেওয়া হয়, ।На первом видео матери и семьи высказывают свой протест против безнаказанности вооруженных сил, виновных в смерти молодых людей.
7দ্বিতীয় দলটি হল নাসা আদিবাসী গোষ্ঠী, যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাদের এক গল্প সবার সামনে তুলে ধরার সুযোগ লাভ করেছে যা গণমাধ্যম এড়িয়ে গেছে।В недавней ошибочно позитивной ситуации благодаря обещаниям о роботе военные завлекли молодых людей в сельскую местность, где затем они были убиты и их выдали за партизан, убитых во время боя.
8এই ঘটনায়, মাইন বা মাটিতে পোতা বোমা, মর্টার শেল বা গোলা এবং অন্য সব অস্ত্র আদিবাসীদের সংরক্ষিত এলাকায় ফেলে রাখা হয়।
9এই এলাকাটি বৈধ (সামরিক বাহিনী) এবং অবৈধ অস্ত্রধারীদের (গেরিলারা) লড়াইয়ের মাঝখানে পড়ে থাকা এক অঞ্চল।Однако 17 обвиняемых - военных были отпущены на свободу, когда крайний срок судебного разбирательства был пропущен.
10এই জমি নিয়ে বিতর্ক রয়েছে। ইনডিজেনাস সিকিউরিটি সার্ভিস বা আদিবাসীদের নিরাপত্তা প্রদান করা বাহিনীকে প্রায়শ:ই এই এলাকাকে পরিষ্কার করতে হয়।Второй группой является местное сообщество Наса, которое благодаря своему YouTube каналу имеет возможность рассказать другую сторону истории, обычно избегаемую СМИ.
11এর মধ্যে রয়েছে বাড়ি। সামরিক বাহিনী এবং গেরিলারা যে সমস্ত অস্ত্র ফেলে যায় তাদের সেগুলোকে নষ্ট করতে হয়।В этом случае мины, минометные снаряды и другое оружие остались на своем месте, которое является предметом спора между законными и незаконными вооруженными группами.
12এই ভিডিওতে তারা অস্ত্রধারীদের আহ্বান জানাচ্ছে যেন তারা ল্যান্ড মাইনে বা মাটিতে পুতে রাখা বোমা ব্যবহার বন্ধ করে।Местная самостоятельно созданная служба безопасности должна часто «прочесывать» местность, включая дома, чтобы держать контроль над оружием, оставленным и национальной армией, и партизанами.
13তারা যেন অন্তত যে সমস্ত অস্ত্র অব্যবহৃত রয়েছে সেগুলো উঠিয়ে নিয়ে যায়, যাতে এইসব অস্ত্রের কারণে আদিবাসী সম্প্রদায়ের লোকদের জীবন না চলে যায়।На видео они просят вооруженные силы прекратить закладывать мины или, по крайней мере, прийти и забрать невзорвавшуюся амуницию, пока кто-то из местных жителей не наткнулся на нее.
14তৃতীয় ভিডিওটি, এলাকার এক সংবাদপত্র স্থানীয় এক পুলিশ কর্মকর্তার সাক্ষাৎকার গ্রহণ করেছে যেখানে তিনি বছর শেষে অপরাধের হিসেব ভারসাম্য আনার কথা বলছেনে।
15এই সাক্ষাৎকারের নাম “খারাপ প্রতিবেশী দের উপর নজর রাখুন”।В третьем примере, одна небольшая газета просит полицию положить конец годовому балансу.
16এই সাক্ষাৎকারে কর্মকর্তা এক ঘটনার কথা উল্লেখ করেন যেখানে একদল অপরাধী এক সুসজ্জিত এপার্টমেন্ট বা বাসায় থাকত, যা প্রতিবেশীদের অনেক বিস্মিত করেছিল।
17তারা লন টেনিস র‌্যাকেট বহন করার ব্যাগে করে অস্ত্র পাচার করত। এই ব্যাগ কেবল এই কাজের জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছিল।В интервью под названием «Выследи плохого соседа» офицер полиции упоминает о случае, когда члены криминальной группировки, живущие в многоквартирном доме для обеспеченных семей, контрабандой провозили оружие в спортивной сумке для теннисных ракеток.
18তবে কর্মকর্তাটি এরপর যে কাজটি করতে অনুরোধ করেন তা যে কাউকে বিস্মিত করবে: তিনি বলেন, প্রতিবেশীদের উপর নজর রাখুন এবং যদি আপনি দেখেন যে প্রতিবেশী তরুণ ব্যক্তি একা বাস করছে এবং প্রচুর টাকা উড়াচ্ছে, বেশির ভাগ সময় বাইরে খাচ্ছে এবং তাদের এপার্টমেন্টে বা বাসগৃহে সুন্দরী নারীদের নিয়ে আসছে, বিশেষ করে এই সমস্ত রমণীরা দেখতে পতিতাদের মত, তা হলে তারা হয় মাফিয়া বা গুণ্ডা দলের সদস্য।
19আপনি কি অন্য কোন সম্প্রদায় বা সংগঠনের লোকদের কথা জানেন, যারা তাদের ঘটনা তুলে ধরার জন্য ভিডিও ব্যবহার করছে? যে ঘটনা প্রচার মাধ্যম তুলে ধরে না, অথবা এমন ঘটনার কথা জানেন কি না, যেখানে কেউ ঘটনাটিকে বলার ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গি ব্যবহার করছে?Но самым удивительным в этой истории был совет офицера полиции: понаблюдайте за вашими соседями и, если вы видите молодых людей с большими деньгами, едящих чаще всего вне дома и приводящих к себе домой привлекательных молодых девушек, которые похожи на девушек по вызову, то, возможно, перед вами члены мафии.
20অনুগ্রহ করে সে সব কথা আমাদের জানান, আমাকে কোন মন্তব্য প্রদান বা কোন লেখার মাধ্যমে!Вы знаете другие сообщества и организации, которые используют видео, чтобы рассказать истории, не освещаемые СМИ, или чтобы поделиться различными взглядами на истории в новостях?
21এইচটিটিপি://ডাব্লিউডাব্লিউডাব্লিউ.Пожалуйста, поделитесь ими с нами в комментариях или напишите мне!
22ফ্লিকার. কম/ফটোস/মিউইচারি//সিসি বিওয়াই ২. ০http://www.flickr.com/photos/mwichary/ / CC BY 2.0