Sentence alignment for gv-ben-20151118-50726.xml (html) - gv-rus-20151122-44250.xml (html)

#benrus
1মরক্কোর বাক স্বাধীনতার জন্যে লড়া কর্মীদের পক্ষে গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় অবস্থান নিচ্ছেСообщество Global Voices поддерживает защитников свободы слова в Марокко
2মরক্কোতে “রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকিতে ফেলার” অভিযোগে বিচারের সম্মুখীন সাত মুক্ত মত প্রকাশের সক্রিয় কর্মীর জন্য সুষ্ঠু বিচার দাবী করছে গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়।Сообщество Global Voices требует справедливости для семи защитников свободы слова, за свою правозащитную деятельность попавших под суд в Марокко.
3এই সাত কর্মীর দোষ - তারা মানবাধিকার রক্ষায় ব্রতী হয়েছে, কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধতা আশা করেছে এবং তাদের দেশে আইনের শাসন সমুন্নত রাখতে চেয়েছে।Эти семь человек стремились к защите прав человека, подотчётности правительства перед обществом и верховенству права в своей стране.
4এদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে “রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকিতে ফেলার” অভিযোগ এবং দুইজনের বিরুদ্ধে “রাষ্ট্রের গেমারেল সেক্রেটারিয়েটকে না জানিয়ে বিদেশি অনুদান গ্রহণ” এর দায়ে অভিযুক্ত করা হয়েছে।Пяти были предъявлены обвинения в «угрозе внутренней безопасности государства» и двум - в «получении иностранного финансирования без уведомления Генерального секретариата правительства».
5আমরা মরক্কোর সরকারকে আহ্বান জানাচ্ছি মানবাধিকার চুক্তির প্রতি তাদের অঙ্গীকারের কথা স্মরণ করে এই সাত জনের বিরুদ্ধে সব মামলা তুলে নিতে।Мы призываем правительство Марокко выполнить свои обязательства по международным соглашениям о правах человека и снять с этих семерых все обвинения.
6২০১২ সালে নাইরোবিতে গ্লোবাল ভয়েসেস সামিটে হিশাম আলমিরাতХишам Альмират на саммите Global Voices в Найроби, 2012 год.
7অভিযুক্তদের মধ্যে হিশাম আলমিরাত একজন চিকিৎসক এবং আমাদের সম্প্রদায়ের দীর্ঘদিনের সদস্য।Среди обвиняемых - Хишам Альмират, врач и давний член нашего сообщества.
8আমরা আমাদের বন্ধুর প্রতি এই হুমকির মুখে নীরব থাকতে পারি না।Мы не можем молчать перед лицом угрозы нашему другу.
9হিশাম প্রায় এক দশকের জন্য মরোক্কোর ব্লগজগতে একটি নেতৃস্থানীয় কণ্ঠস্বর হিশেবে রয়েছেন।Почти десять лет Хишам был одним из ведущих голосов в блогосфере Марокко.
10তিনি নাগরিক মিডিয়া প্রকল্প টক মরক্কো ও মাম্ফাকিঞ্চ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন এবং গ্লোবাল ভয়েসেস এর এডভোকেসি বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।Он является сооснователем проектов гражданской журналистики Talk Morocco [анг] и Mamfakinch [анг]; он также занимал должность директора Global Voices Advocacy.
11পেশা ও আবেগের ভারসাম্য রেখে হিশাম একটি সুশীল সমাজের কর্মী হিসাবে এবং একজন চিকিৎসক হিসেবে মরক্কোবাসির জীবন মঙ্গলময় ও উন্নত করার জন্য অনেক বছর ধরে কাজ করেছেন।Уравновешивая профессию и страсть, Хишам провёл многие годы, пытаясь улучшить жизнь и благосостояние марокканцев как защитник гражданского общества и как врач.
12অন্যান্য মানবাধিকার রক্ষাকারী দল এবং বিভিন্ন গণমাধ্যমের অধিকার নিয়ে কাজ করা কর্মীদের মত আমরাও ভয় পাচ্ছি যে এটি হয়ত মরক্কোর সরকারের নীতি ও কার্যকলাপের যারা সমালোচনা করে তাদের থামানোর এটি একটি প্রচেষ্টা।Как и другие группы по защите СМИ [анг] и прав человека [анг] по всему миру, мы боимся, что это дело представляет собой попытку правительства Марокко заставить замолчать критиков его политики и действий.
13আমরা এটিকে শুধু আমাদের বন্ধু ও সহকর্মীর জন্য হুমকি হিসেবে দেখছিনা - এটি আমাদের বৃহত্তর লক্ষ্যের প্রতিও একটি হুমকি।Мы видим в этом угрозу не только нашему другу и коллеге, но и нашей миссии в целом.
14আমরা সারা বিশ্বের ১৬০ টিরও বেশি দেশ থেকে ব্লগার ও একটিভিস্টদের একটি কমিউনিটি হিসাবে প্রতিটি দিন বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে গল্প প্রকাশ করে বিনামূল্যে পাঠকদের কাছে তুলে ধরি এবং আমরা মুক্ত প্রকাশের আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল।Как сообщество блогеров и активистов из более чем 160 стран, мы ежедневно взываем к праву каждого человека на свободу слова, рассказывая истории недостаточно представленных сообществ по всему миру.
15আমরা সবাইকে আমাদের বার্তা সমর্থন করার আহবান জানাচ্ছি। এছাড়া বিদেশি সরকারগুলোকে আহবান জানাচ্ছি তারা যাতে মরক্কোর সরকারকে অনুরোধ করে তাদের নীতি এবং কাজের সামঞ্জস্যতা রাখার জন্যে।Мы призываем наших союзников поддержать наше сообщение, а иностранные правительства призывать правительство Марокко к ответственности за его действия и принципы.
16#Justice4Morocco (মরক্কোর জন্যে ন্যয় বিচার)#Justice4Morocco