Sentence alignment for gv-ben-20150621-49331.xml (html) - gv-rus-20150623-38984.xml (html)

#benrus
1লেনিনগ্রাদ অবরোধের সময়ে ১৫০ বাচ্চাকে দত্তক নেয়া কিরগিজ নারীকে স্মরণВ память о жительнице Кыргызстана, второй маме 150 детей блокадного Ленинграда
2১৯৪২ সালে লেনিনগ্রাদ অবরোধের সময়ে মৃতদের ভলকোভো কবরস্থানে কবর দিচ্ছেন তিন ব্যক্তি।Трое мужчин хоронят умерших во время блокады Ленинграда на Волковском кладбище в 1942 году.
3ছবি তুলেছেন বরিস কুদোয়ারভ, আরআইএ।Борис Кудояров, РИА.
4নিবন্ধনের আওতায় পুনর্প্রকাশ করা হয়েছে।Разрешена републикация фотографии.
5কিরগিজ ও রাশিয়ান মিডিয়াগুলো তার কথা বলতে গিয়ে ‘প্রবাদপুরুষ' হিসেবে উল্লেখ করছিল। এই প্রবাদপুরুষ আর কেউ নন।«Легенда» - так киргизские и русские СМИ говорят о 91-летней Токтогон Алтыбасаровой, которая стала матерью 150 эвакуированным ленинградским детям во время блокады, продолжавшейся два с половиной года во время Второй Мировой войны.
6৯১ বছর বয়সী কিরগিজ নারী টকতোগান আল্ট্রিবাসারোভা।Блокада стоила стране миллиона жизней.
7দ্বিতীয় বিশ্বযুদ্ধে লেনিনগ্রাদ অবরোধের সময়ে তিনি ১৫০ বাচ্চাকে আশ্রয় দিয়েছিলেন। আড়াই বছর ব্যাপী চলা ওই অবরোধে কয়েক মিলিয়ন মানুষ মারা গিয়েছিল।Токтогон Алтыбасарова скончалась 11 июня 2015 года, а в 1942 году, когда нацисты бомбардировали второй город Советского Союза, сегодня носящий имя Санкт-Петербург, ей было всего 16 лет.
8১৯৪২ সাল। নাজি জার্মান বাহিনী রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে বোমা বর্ষণ শুরু করে।В этом юном возрасте она спасла от голода эвакуированных, найдя для них убежище в общежитии для рабочих в своем родном селе Курменты на северо-востоке Кыргызстана.
9শহরটি তখন অবশ্য লেনিনগ্রাদ নামে পরিচিত ছিল। আল্ট্রিবাসারোভার বয়স তখন ১৬ বছর।В то время она, совсем молодая девушка, была выбрана секретарем сельсовета в Курменты.
10তিনি শহর থেকে পালিয়ে আসা মানুষজনকে উত্তরপূর্ব কিরগিজস্থানের নিজ গ্রাম কুরমেন্টির একটি কারখানার শ্রমিকদের জন্য থাকার জায়গায় আশ্রয় দেন।
11তাদের জন্য খাবারেরও যোগান দেন।Фотография опубликована в Википедии.
12মমতাময়ী এই নারী গত ১১ জুন ২০১৫-এ মৃত্যুবরণ করেছেন।Алтыбасарова определяла возраст эвакуированных малышей и давала им имена.
13মারা যাওয়ার সময়ে তিনি তার গ্রামের কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছবিটি উইকিপিডিয়া থেকে নেয়া।Руководя группой воспитателей, она растила этих детей до совершеннолетия, пока они не отправлялись учиться и работать в различные регионы Советского Союза.
14আল্ট্রিবাসারোভা দত্তক নেয়া বাচ্চাদের বয়স ও নামের প্রথম অংশ (ফার্স্ট নেম) দিয়েছেন। বাচ্চাদের দেখভাল যারা করতো, তাদের কাজকর্ম তত্ত্বাবধান করতেন।По информации государственных СМИ Кыргызстана, Токтогон всю жизнь, до самой смерти, хранила письма этих детей, ставших ей родными.
15তিনি তাদেরকে সাবালক হওয়া পর্যন্ত দেখেশুনে রেখেছেন।Президент Кыргызстана Алмазбек Атамбаев выразил соболезнование в видеосообщении:
16তারপর তারা পড়াশোনা ও কাজের জন্য সাবেক সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে।Токтогон Алтыбасарова во время Великой Отечественной войны стала матерью 150 детям из блокадного города Ленинграда.
17কিরগিজস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, আল্ট্রিবাসারোভা মৃত্যুর আগপর্যন্ত দত্তক সন্তানদের কাছ থেকে নিয়মিত চিঠি পেতেন।В свои 16 лет, окружив детей заботой и вниманием, сумев им передать ощущение близости и теплоты, Токтогон-апа заменила им родную мать.
18কিরগিজস্তানের রাষ্ট্রপতি আলমাজবেক আতমবায়েভ এক ভিডিও বার্তায় বলেছেন:У самой Алтыбасаровой родилось восемь детей, 23 внука и 13 правнуков.
19মাতৃভূমি রক্ষার মহান যুদ্ধের সময়ে (১৯৪১-১৯৪৫) অবরোধে আক্রান্ত লেনিনগ্রাদ শহরের ১৫০ বাচ্চার মা হয়ে উঠেছিলেন টকতোগান আল্ট্রিবাসারোভা।Власти выделили семье материальную помощь в размере 100.000 сомов [валюта Кыргызстана] (1700 долларов США), чтобы покрыть расходы на похороны.
20তখন তার বয়স ছিল ১৬ বছর। টকতোগান আপা তার চারপাশে যেসব বাচ্চারা ছিল তাদের যত্ন নিতেন, তাদের মধ্যে স্নেহের উত্তাপ ছড়িয়ে দিতেন।В комментариях к статье, опубликованной на новостном сайте Кыргызстана «Вечерний Бишкек», читатели отдают дань уважения долгой жизни Токтогон Алтыбасаровой:
21আল্ট্রিবাসারোভার নিজের আট সন্তান ছিল।Вот настоящий пример человеческого отношения к людям!
22তাদের ঘরে আবার ২৩ জন ছেলে-মেয়ে এবং ১৩ জন নাতি-নাতনি ছিল।Надеюсь, что она воспитала своих детей именно такими, какой она была сама.
23তার শেষকৃত্য পালনে কিরগিজ সরকার ১ লাখ কিরগিজ টাকা (১৭০০ ডলার) প্রদান করে।Настоящими! Девушка, подписавшаяся именем дочери Токтогон, поблагодарила аудиторию за теплые слова:
24কিরগিজস্তানের সংবাদ ওয়েবসাইট ভিচেরনি বিশকেক-এর একটি লেখায় মন্তব্য করতে গিয়ে একজন পাঠক আল্ট্রিবাসারোভার দীর্ঘ জীবন উদযাপনের কথা উল্লেখ করেছেন:
25অন্যদের সাথে কেমন মানবিক সম্পর্ক রাখতে হয়, তার চমৎকার উদাহরণ হলেন তিনি।Всем, выразившим соболезнования моей маме - Алтыбасаровой Токтогон, большое спасибо!
26আমি আশা করবো, তিনি তার ছেলেমেয়েদেরকে একই ভাবে বড় করেছেন।Спасибо за поддержку и за ваши добрые слова!!!!
27তিনি খুবই ভালো একজন মানুষ!Спасибо детям из блокадного Ленинграда за добрую память!!!
28আল্ট্রিবাসারোভার মেয়ে হিসেবে পরিচয় দিয়ে একজন শুভার্থীদের ধন্যবাদ জানিয়েছেন:
29আমার মায়ের জন্য যারা সমবেদনা জানিয়েছেন, সমর্থন ও শোকার্ত বাণী পাঠিয়েছেন, লেনিনগ্রাদের ছেলেমেয়ের সেই স্মৃতি নতুন করে ফিরিয়ে এনেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।