Sentence alignment for gv-ben-20120727-29380.xml (html) - gv-rus-20120728-16926.xml (html)

#benrus
1যুক্তরাজ্যঃ অলিম্পিক পথ প্রদর্শনীতে তাইওয়ানের পতাকা উধাওВеликобритания: исчезновение флага Тайваня накануне Олимпиады
2এই পোস্টটি লন্ডন অলিম্পিক ২০১২ নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Эта статья является частью нашей специальной рубрики “Олимпиада 2012 в Лондоне“.
3২৪ জুলাই ২০১২, অলিম্পিক-এর মশাল নিয়ে সারা লন্ডন জুড়ে দৌড়ানোর ঠিক আগে, যুক্তরাজ্যের রাজধানী শহরের রিজেন্ট স্ট্রিট থেকে তাইওয়ানের পতাকা সরিয়ে নেওয়া হয়।24 июля 2012 года, непосредственно перед тем, как Олимпийский факел был доставлен в Лондон [анг], национальный флаг Тайваня был снят с Риджент-стрит в столице Соединенного Королевства.
4যদিও এই গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানাতে অন্য সব জাতির জাতীয় পতাকা সেখানে টাঙ্গিয়ে রাখা হয়েছে।Национальные флаги других государств продолжают висеть и приветствовать участников летних игр со всего мира.
5এইভাবে হঠাৎ করে তাইওয়ানের পতাকা অদৃশ্য হয়ে যাওয়ায় দেশটির অনেক নাগরিক হতাশ।Многие тайванцы чувствуют себя разочарованными из-за исчезновения флага.
6ফেসবুক ব্যবহারকারী ই-হোয়াও লিয়াও অভিযোগ করেছেন [চীনা ভাষায়]:Пользователь Facebook Йи-Хао Ляо жалуется [кит]:
7শশশ… কিছুক্ষণের জন্য আমি সুখী ছিলাম।Вздох … Несколько дней я был счастлив.
8অলিম্পিকের প্রারম্ভে লন্ডন শহর বিশ্বকে স্বাগত জানাতে প্রস্তুত।Лондон готовится приветствовать Олимпийский огонь
9রেডডিট ব্যবহারকারী লোল_অপস প্রশ্ন করেছেন কেন তাইওয়ানের জাতীয় পতাকা অপসারণ করা হল:Пользователь Reddit lol_oopsie спрашивает [анг], почему сняли национальный флаг:
10আমি জানতে আগ্রহী যে এটা কি লন্ডন শহরের কর্মকর্তাদের আতঙ্কের ফল, নাকি চীনা কর্তৃপক্ষ তাদেরকে এটা নামিয়ে ফেলার জন্য হুমকি প্রদান করেছে।Любопытно узнать, была это паника лондонских чиновников или власти Китая настойчиво попросили его снять?
11আমি মনে করি ঘটনাটি কিছুটা মনোযোগ আকর্ষণের যোগ্য।В любом случае, я думаю, что это заслуживает внимания.
12যারা অলিম্পিক বিষয়ক সমস্ত সংবাদ প্রকাশ করে, তারা সকলেই এটিকে সম্পূর্ণ উপেক্ষা করেছে।Все СМИ, освещающие Олимпиаду, полностью проигнорировали данное событие.
13রেডডিট-এর আরেকজন ব্যবহারকারী মিন্টিয়াটাইনি এর একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন:Пользователь reddit mintytiny попытался ответить [анг]:
14যদিও কর্তৃপক্ষ এই ক্ষেত্রে কোন ব্যাখ্যা প্রদান করেনি, তবে রিজেন্ট স্ট্রিট অ্যাসোসিয়েশন-এর সূত্রমতে তাইওয়ানের প্রতিনিধিত্ব বোঝাতে তারা দেশটির পতাকা সরিয়ে সেখানে অলিম্পিকের পতাকা স্থাপন করবে।Хотя еще нет никаких объяснений, согласно заявлению Ассоциации Риджент-стрит, его заменили флагом тайваньского Олимпийского комитета.
15আমি বলতে চাই, এটা মূলত একটা খোঁড়া যুক্তি এবং প্রকৃত কোন যুক্তিকে এখানে উত্তম মনে হবে।Я должен сказать, это не очень правдоподобно, и объяснение истиной причины будет лучше.
16আরেকজন ফেসবুক ব্যবহারকারী মেলিসা আলেকজান্ডার, তাইওয়ানের জাতীয় পতাকা অপসারণের বিরুদ্ধে করা প্রতিবাদের ছবি তৈরী করেছেন:Другой пользователь Facebook Мелисса Алексендер сделала фотографию в знак протеста против снятия национального флага Тайваня.
17মেলিসা আলেকজান্ডারের প্রতিবাদের ছবি, ফেসবুকের মাধ্যমে পাওয়া।Фото в знак протеста Мелиссы Алексендер, выложено в Facebook.
18এই ছবির নীচে, মেলিসা অন্যদের আহবান জানাচ্ছেন যেন তারা রিজেন্ট স্ট্রিট-এর ম্যানেজমেন্ট টিম আনাস্তাসিয়ার কাছে মেইল পাঠায় এবং তাদের প্রতি দাবী জানায় যেন তারা আবার তাইওয়ানের পতাকা যথাস্থানে রাখে।Надпись на фото: “Верните Тайвань”. Под фотографией Мелисса убеждает других писать электронные письма Анастасие, менеджеру Ассоциации Риджент-стрит, с просьбой о возвращении национального флага Тайваня.
19মেলিসার এই আহ্বানের জবাবে কেনেথ ওং , রিজেন্ট স্ট্রিট অ্যাসোসিয়েশনকে মেইল আকারে চিঠি লেখে এবং তার প্রাপ্ত উত্তর মেলিসার ছবির নীচে রেখে দেয়:В ответ на призыв Мелиссы Кеннет Вон написал в Ассоциацию и выложил ее ответ под фотографией:
20প্রিয় কেনেথУважаемый Кеннет!
21আপনার মেইলের জন্য ধন্যবাদБлагодарим Вас за письмо.
22এই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং আমি এই নিশ্চিত করতে পারি যে আগামীকাল সন্ধ্যায় চাইনিজ তাইপের পতাকা আবার সেখানে উত্তোলন করা হবে।Этот вопрос уже был поднят, и я могу подтвердить, что флаг Китайского Тэйбэя будет поднят завтра вечером.
23আমি আপনাকে এই বিষয়টি নিশ্চিত করতে পারি যে অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করা সকল জাতির পতাকা প্রদর্শন করা হবে।Я могу Вас заверить, что флаги всех стран-участниц будут представлены.
24বিনীত লুসি টার্নবুল রিজেন্ট স্ট্রিট অ্যাসোসিয়েশনС наилучшими пожеланиями, Люси Тернбулл ЗАК Ассоциация Риджент-стрит
25মেলিসা আলেকজান্ডার এই প্রতিউত্তরে হতাশ:Мелисса Алексендер осталась разочарована [анг/кит] ответом:
26আমরা চাইনিজ তাইপের পতাকা চাই না, তার বদলে আমারা আমাদের জাতীয় পতাকা চাই।Нам нужен не флаг Китайского Тэйбэя, а наш национальный флаг!
27রিজেন্ট স্ট্রিট না লন্ডন অলিম্পিকের যাত্রা পথের অংশ, না সেটি কোন অলিম্পিক স্টেডিয়ামের অংশ।Риджент-стрит не входит в маршрутную сеть лондонских Олимпийских игр и не является частью стадиона.
28যার ফলে সেখানে তাইওয়ানের জাতীয় পতাকা পুনরায় স্থাপনে প্রত্যাখান করার তাদের কোন কারণ নেই!Таким образом, нет никаких причин отказывать в размещении национального флага Тайваня!
29এদিকে ডিজাইনার টামি লিন একটি হালকা হৃদয়গ্রাহী পোস্ট লিখেছেন তাতে তিনি পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য কিছু সৃষ্টিশীল পরামর্শ প্রদান করেছেন।Тем временем дизайнер Тамми Лин написал веселый пост о некоторых творческих предложениях [анг] по исправлению ситуации, например, незаконно вернуть тайваньский флаг на улицу, сделать флаг в качестве 3D-рекламы или использовать QR-код.
30যেমন, চোরাচালানের মাধ্যমে তাইওয়ানের পতাকাকে রাস্তায় ফিরিয়ে আনা, এটিকে কিউআর কোডে রূপান্তরিত করার জন্য পতাকার থ্রিডি বিজ্ঞাপনে বানানো। .Эта статья является частью нашей специальной рубрики “Олимпиада 2012 в Лондоне“.