Sentence alignment for gv-ben-20130618-36952.xml (html) - gv-rus-20130621-23189.xml (html)

#benrus
1বন্ধ হয়ে যাচ্ছে ভারতের ১৬০ বছরের পুরোনো টেলিগ্রাম সার্ভিসВ Индии прекращает работу 160-летний сервис по отправке телеграмм
2ভারতে বন্ধ হয়ে যাচ্ছে ১৬০ বছরের পুরোনো টেলিগ্রাম সার্ভিস। রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিযোগাযোগ সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) এই সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে।Индийская государственная телекоммуникационная компания Bharat Sanchar Nigam Limited (BSNL) объявила о прекращении 160-летней услуги по отправке телеграмм [здесь и далее ссылки ведут на англоязычные источники].
3যদিও এখনো প্রতিদিন হাজার হাজার টেলিগ্রাম পাঠানো হয়ে থাকে।Несмотря на то, что каждый день отправляются тысячи телеграмм, телеграфный сервис BSNL терпит огромные убытки.
4কিন্তু সরকারকে এই খাতে বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে। লোকসান কমাতে গতবছরই টেলিগ্রাম চার্জ পুনর্মূল্যায়ন করা হয়েছিল।Только в прошлом году цены на телеграммы были пересмотрены и уменьшены, чтобы оптимизировать уменьшающиеся доходы, но этого оказалось недостаточно.
5তবে তা যথেষ্ট ছিল না। ভারতের টেলিগ্রাম সার্ভিস ছিল বিশ্বের সর্বশেষ সবচেয়ে বৃহত্তম টেলিগ্রাম সার্ভিস।Сервис, который является последним крупным сервисом по отправке телеграмм в мире, прекратит своё существование 15 июля 2013 года.
6আগামী ১৫ জুলাই ২০১৩ তারিখে এটি বন্ধ হয়ে যাবে। ভারতে টেলিগ্রাম সার্ভিসের ইতিহাস বেশ পুরোনো।История телеграмм в этой стране начинается с 1850 года - именно тогда было передано первое телеграфное сообщение между Калькуттой и Даймонд Харбор, расстояние составляло примерно 50 км.
7১৮৫০ সালে এই সার্ভিস চালু হয়েছিল। আর প্রথম টেলিগ্রাম পাঠানো হয় কলকাতা থেকে ডায়মন্ড হারবারে।Блогер и журналист Shivam VJ описал состояние умирающего сервиса:
8দুটি জায়গার মধ্যে দূরত্ব ছিল ৫০ কিলোমিটার।На пике своего расцвета в 1985г.
9সরকারি এই সেবার পতনের কারণ সম্পর্কে বিস্তারিত বলেছেন ব্লগার এবং সাংবাদিক শিভাম ভিজে:в 45000 офисах Индии отправлялось и получалось 60 миллионов телеграмм в год.
10১৯৮৫ সালে প্রতিষ্ঠানটি যখন সর্বোচ্চ শিখরে অবস্থান করছে, সেই বছরে তারা ভারতের ৪৫ হাজার অফিসের মাধ্যমে ৬০ মিলিয়ন টেলিগ্রাম আদান-প্রদান করেছিল।
11আজ তাদের সর্বসাকুল্যে অফিস সংখ্যা ৭৫টি। সেগুলোর অবস্থান আবার ভারতের ৬৭১টি শহরজুড়ে।Сегодня существуют только 75 офисов, хотя они расположены в каждом из 671 районов посредством франшизы.
12একদা এই শিল্পে যেখানে ১২ হাজার ৫০০ কর্মী নিয়োজিত ছিলেন, এখন সেখানে কাজ করছেন ৯৯৮ জন কর্মী।В отрасли, где когда-то работало 12500 людей, теперь работают 998 человек.
13ভারতের একটি টেলিগ্রাফের রিসিট যেখানে ১৯০০-১৯০৪ সালের কাছাকাছি সময় নির্দেশ করে।Квитанции индийского телеграфа, датированные примерно 1900-1904гг.
14ছবি নেয়া হয়েছে উইকিমিডিয়া কমন্সের পাবলিক ডোমেইন থেকে।Изображение из публичного домена Wikimedia Commons.
15ভবিষ্যতে এই শিল্প নিষ্প্রভ হয়ে যাবে, তা পাঁচ বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ব্লগার ও সাংবাদিক সিডিন ভাডুকুট।Еще пять лет назад блогер и журналист Сидин Вадукут предсказал в Live Mint незавидное будущее отрасли.
16নতুন প্রযুক্তি এসে টেলিগ্রামকে বাহুল্য করে দিবে এবং সার্ভিসটি ধুঁকে ধুঁকে মারা যাবে।Так как новые технологии отправляют телеграмму на пенсию, сервис ждет предсказуемая смерть.
17সোশ্যাল মিডিয়ায় অনেকেই টেলিগ্রামের সমৃদ্ধ ইতিহাসের স্মৃতিচারণ করেছেন।Многие в социальных медиа вспомнили о богатой истории телеграммы.
18আশা পেরিনচেরি, তার ব্লগের সেই সোনালি ইতিহাসের কথা স্মরণ করে লিখেছেন:Аша Перинчери вспомнила в своем блоге о тех золотых днях:
19এমনকি ১৯৮৩ সালে আমার যখন বিয়ে হয়, স্পষ্ট মনে আছে খুব কাছের একজনের কাছ থেকে একমাত্র টেলিগ্রামটি পেয়েছিলাম। সে আমাকে শুভেচ্ছা জানিয়ে আসতে না পারার কথা জানিয়েছিল।даже если говорить о моей свадьбе в 1983, я помню, что от тех, кто не смог присутствовать на церемонии, я получала только телеграммы с наилучшими пожеланиями.
20মিশেল নামের একজন মোবাইল মার্কেটিং ওয়াচে দাবি করেছেন, এসএমএস এবং মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে টেলিগ্রামের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে।Майкл объявил в Mobile Marketing Watch, что телеграмму официально убили SMS и мобильные телефоны.
21৯০০,০০০ জনের বেশি ভারতীয়ের নিজস্ব মোবাইল ফোন রয়েছে। এবং ১২০ মিলিয়ন ভারতীয় ইন্টারনেট ব্যবহার করেন।Более 900000 индийцев владеют мобильными телефонами и 120 миллионов людей пользуются сетью Интернет.
22মিডিয়া কোম্পানি এমএক্সএম ইন্ডিয়া লিখেছেন:Медийная компания MXM India написала:
23প্রযুক্তির অগ্রগতিতে আমরা বিভিন্ন টিএস-এর মৃত্যু দেখেছি।Развитие технологий было свидетелем упадка различных проводных средств связи.
24প্রথমটা ছিল ট্র্যাঙ্ক কল। এরপরে টেলেক্স এবং টেলিপ্রিন্টার।Телекс, телепринтер, а теперь и телеграф.
25আর এখন দেখলাম টেলিগ্রাফ।В Twitter было больше реакций.
26টেলিগ্রাম বন্ধ হওয়ায় ঘোষণায় টুইটারে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
27টুইটার ব্যবহারকারী টিকে (@TeeKay_Inc) লিখেছেন:Пользователь Twitter @TeeKay_Inc написал:
28@TeeKay_Inc: একটা যুগোর সমাপ্তি।@TeeKay_Inc: Конец эпохи.
29থামো।Стоп.
30ভারত টেলিগ্রামকে ছেঁটে ফেললো।Индия расстаётся с телеграммой.
31বন্ধ করো।Стоп.
32হিন্দুস্তান টাইমসের সাংবাদিক মাধবন নারায়ণ (@madversity) স্মার্টফোন এবং টেলিগ্রামের খরচের মধ্যেকার বিপরীত চিত্র তুলে ধরে লিখেছেন:Журналист Hindustan Times Мадаван Нараян (@madversity) сравнил стоимость телеграмм и смартфонов:
33@madversity:১৯৬০/৭০ সালে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে দু'শব্দের টেলিগ্রাম পাঠাতে খরচ হতো ১০ রূপী।@madversity: В 1960-1970 годах телеграмма в два слова стоила 10 рупий, если отправлять её с севера Индии на юг.
34আর এখন আমরা ভিডিও কল করি প্রায় বিনাপয়সায়।А теперь мы устраиваем видеоконференции почти бесплатно.
35প্রযুক্তিবিদ মানসআরএম (@ManasRM) এই সার্ভিসের প্রশংসা করে লিখেছেন:Сторонник развития технологий ManasRM (@ManasRM) почтил память телеграммы:
36@ManasRM: শান্তিতে থাকো ভারতীয় পোস্ট টেলিগ্রাম সার্ভিস- বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার দিনগুলোতে তুমি আমার কাছে কতইনা ভালো-মন্দ খবর পৌছে দিতে।@ManasRM: покойся с миром, телеграфный сервис индийской почты, приносивший мне в старые добрые дни хорошие и плохие новости.
37সারাবিশ্বের টেলিগ্রাম সার্ভিসের বর্তমান কী অবস্থা, তা এখানে দেখুন।О состоянии телеграфных сервисов по всему миру можно узнать здесь.