Sentence alignment for gv-ben-20120624-28075.xml (html) - gv-rus-20120624-15412.xml (html)

#benrus
1চীন: মহাশূন্য অভিযান নাকি সামাজিক উন্নয়ন?Китай: космическое или социальное развитие?
2১৬ই জুন, ২০১২ তারিখে চীন দেশের চতুর্থ মনুষ্যবাহী অভিযান শেনঝু-৯ ক্যাপসুল সফলভাবে উৎক্ষেপন করে ।16 июня 2012 года Китай успешно запустил [анг] капсулу “Шэньчжоу-9″ - четвертую космическую миссию, в которой участвуют люди.
3জাতীয় এই কৃতিত্বে উদযাপন করার জন্যে চীনা পোর্টাল ওয়েবসাইট সিনা ওয়েইবো নেটনাগরিকদেরকে “শেনঝু-৯ ক্যাপসুলে চিঠি লিখতে” কে আমন্ত্রণ জানায়।Чтобы отпраздновать это национальное достижение, китайский веб-портал SinaWeibo предложил пользователям Сети «написать письма для капсулы “Шэньчжоу-9″».
4তবে অনেকে দেশের বিভিন্ন মৌলিক সামাজিক চাহিদাকে অবহেলা করে মহাশূন্য অভিযানে মাত্রাতিরিক্ত ব্যয়ের সমালোচনা করতে এই সুযোগ কাজে লাগিয়েছেন।Однако некоторые увидели в этом возможность покритиковать излишние траты на космические миссии, поскольку страна пренебрегает основными социальными потребностями.
5বিষয়্টির উপর শিল্পী আহ পিংয়ের আঁকা কার্টুন সিনা ওয়েইবোতে ব্যাপকভাবে ভাগাভাগি হয়েছে।Карикатура художника Ах Пинга, посвященная этому событию, широко разошлась по Sina Weibo.
6চীনা মিডিয়া প্রকল্প যেমন ব্যাখ্যা করেছে, কার্টুনটিতে দেখা যাচ্ছে:На сайте китайского медиа-проекта объясняют [анг], что изображено на рисунке:
7শিল্পী আহ পিংয়ের কার্টুনКарикатура Ах Пинга
8একেবারে জরাজীর্ণ একটি গ্রামীণ স্কুলে একজন অ-কেতাদুরস্ত শিক্ষক উত্তেজিতভাবে তার ছাত্র-ছাত্রীদের ব্যাখ্যা করছে যে শেনঝু-৯'এর সফল উৎক্ষেপণ চীনের জন্যে একটি বিজয়, যদিও এমনকি ছাত্র-ছাত্রীদের নিজেদের অবস্থা পড়ে থাকা আরেকটি চীনের গল্প বলে।неряшливый учитель из ветхой сельской школы взволновано объясняет ученикам, что успешный запуск “Шэньчжоу-9″ является достижением Китая, даже если условия учеников говорят о том, что история другого Китая осталась позади.
9শিক্ষকটি পিপল'স ডেইলি'র একটি কপি হাতে ধরে বলছেন: “শেনঝু-৯'এর সফল উৎক্ষেপণের সাথে সাথে মহাশূন্য প্রচেষ্টার ক্ষেত্রে আমাদের মাতৃভূমির অবস্থান একটি বিশাল লাফ দিয়েছে।Учитель держит копию газеты “Жэньминь жибао” и говорит: «Успешный запуск “Шэньчжоу-9″ это огромный скачок в области космического развития нашей родины.
10আমি চাই সব ছাত্র-ছাত্রীরা এর একটি বর্ণনা লিখুক!”Я бы хотел, что бы все ученики написали комментарии по этому поводу!»
11কার্টুনটির অনুভূতি অনেক নেটনাগরিকের মাধ্যমে প্রতিধ্বনিত হয়েছে। তারা বলেছেন চীনে [চীনা ভাষায়] সামাজিক সমস্যার সমাধানের চেয়ে মহাশূন্য অভিযান অনেক সহজ:Дух карикатуры вторил многим пользователями сети, которые подметили, что устроить космическую миссию намного проще, чем решить социальные проблемы Китая [кит]:
12@我朝有点威武:শেনঝু-৯ ক্যাপসুলের উৎক্ষেপণ আবার প্রমাণ করলো যে সবার জন্যে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক বিষয় মোকাবেলা করা আকাশে পৌঁছানোর তুলনায় অনেক বেশি কঠিন@我朝有点威武:Запуск капсулы “Шэньчжоу-9″снова доказал, что всем намного сложнее решить социальные проблемы, такие как образование и здравоохранение, чем полететь в небо.
13@টুইটাইপি: এটা [ক্যাপসুল] আকাশ ছোঁয়ার পরে বাধ্যতামূলক গর্ভপাত কী বন্ধ হবে?@tweetypie: После того как корабль долетит до неба, придет ли конец принудительным абортам?
14আমরা কী দুধপান নিরাপদ মনে করতে পারি?Сможем ли мы чувствовать себя безопасно, когда будем пить молоко?
15বাচ্চারা কী স্কুলবাস পাবে?Появятся ли у детей школьные автобусы?
16সরকারি কর্মকর্তারা কী করদাতাদের অর্থের বেহিসাব খরচ বন্ধ করবে?Перестанут ли государственные служащие экстравагантно расходовать средства налогоплательщиков?
17চেঙ্গুয়ান [নগরের শহুরে প্রশাসন এবং আইন প্রয়োগ ব্যুরো] মানুষকে পিটানো বন্ধ করবে?Перестанет ли chengguan [городское административное и правоохранительное бюро] применять силу?
18উত্তর যদি না হয়, কোন আকাশে পৌঁছনো?Если ответы “нет”, какая польза с этого полета?
19সাধারণ মানুষের জন্যে কিছু করা আপনার জন্যে তেমন কঠিন কী?Неужели так сложно сделать что-то для простых людей??
20@坐在村口的小妖:স্কুলবাসগুলো নিরাপদ নয়, উচ্চগতির ট্রেন নিরাপদ নয়, এমনকি বাইসাইকেলও নিরাপদ নয়।@坐在村口的小妖:школьные автобусы - небезопасны, высокоскоростные поезда - небезопасны, даже велосипеды - небезопасны.
21নিরাপত্তা সমস্যার চূড়ান্ত সমাধান হলো আরও বেশি শেনঝু ক্যাপসুল উৎপাদনОптимальное решение проблем безопасности - сделать больше капсул Шэньчжоу.
22শেনঝু-৯ ক্যাপসুল উৎক্ষেপণের খবর নরওয়ের অসলোতে মায়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি'র নোবেল পুরস্কার বক্তৃতা প্রদানের খবরের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে যায়।Новости о запуске “Шэньчжоу-9″ совпали с днем, когда лидер оппозиции Мьянма Аун Сан Су Чжи произносила речь в г. Осло, Норвегия, при получении Нобелевской премии мира [анг].
23টুইটারে অধিকাংশ তথ্য এক্টিভিস্টরা বিশ্বাস করেন যে জাতীয় গরিমা নির্ভর করে মহাশূন্য অভিযানের চেয়ে বরং মানুষের অধিকারের উপর।В Twitter информационные активисты придерживаются мнения, что национальную славу нужно строить прежде всего на правах человека, а не на космических миссиях.
24ভিন্নমতাবলন্বী ব্লগার ওয়েন ইউনচাও উল্লেখ করেন [চীনা ভাষায়]:Блогер-диссидент Вен Юньчао напоминает [кит]:
25@ওয়েনিউনচাও: যারা ওয়েইবোতে ব্যস্ত তারা শেনঝু-৯ নিয়ে উত্তেজিত আর যারা টুইটারে ব্যস্ত অং সান সু চি'র কথা তাদের স্পর্শ করেছে।@wenyunchao: люди, зависающие в Weibo, взволнованы запуском “Шэньчжоу-9″, в это же время пользователей Twitter тронула Аун Сан Су Чжи.
26তিব্বতি ভিন্নমতাবলম্বী লেখিকা দেগেওয়া একটি তিব্বতি মাইক্রোব্লগে [চীনা ভাষায়] পুণঃটুইট করে তার রাজনৈতিক উদ্বেগ উত্থাপন করেছেন:Тибетский диссидент-писатель Degewa также выражает свою политическую обеспокоенность, делая запись в Тибетском микроблоге [кит]:
27@দেগেওয়া: পুণঃটুইট তিব্বতি মাইক্রোব্লগ: শেনঝু-৯ আমাদেরকে বলে দিয়েছে যে আকাশে পৌঁছনোর চেয়ে তিব্বতিদের লাসা পৌঁছনো বেশি কঠিন।@degewa: “Шэньчжоу-9″ говорит нам, что путь Тибета до Лхасы намного сложнее полета в небо.