Sentence alignment for gv-ben-20150722-49859.xml (html) - gv-rus-20150720-39787.xml (html)

#benrus
1পুয়ের্তো রিকান দ্বীপের সংগ্রাম এবং বিজয়ের ১৩৫ বছরের ইতিহাস
2আমেরিকান নৌবাহিনী পুয়ের্তো রিকো পৌরসভার কুলেব্রা দ্বীপটিকে অনেক বছর ধরে একটি সামরিক প্রশিক্ষণ শিবির হিসেবে ব্যবহার করে আসছে।
3আজ পর্যন্ত তাঁরা দ্বীপের মাটি এবং পানি দূষণ করে আসছে।
4ছবিতে কুলেব্রার জনগণকে নৌবাহিনীর মুখোমুখি দাঁড়াতে দেখা যাচ্ছে। “কুলেব্রা ১৩৫-৪০” এর স্ক্রিনশট।ВИДЕО: Кулебра – пуэрториканский муниципалитет и его 135 лет борьбы
5পুয়ের্তো রিকান কুলেব্রা পৌরসভা দ্বীপটি এর সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত।
6বিশ্বের কয়েকটি সুন্দরতম সমুদ্র সৈকতের একটি হিসেবে এটি ব্যাপকভাবে সমাদৃত।
7তবে কুলেব্রা দ্বীপে সূর্য, সমুদ্র এবং বালু ছাড়াও আরও কিছু রয়েছে। কুলেব্রার জনগণ তাদের দ্বীপের জমি ও পানি রক্ষা প্রতিরোধ সংগ্রামের ইতিহাসের সাক্ষী এবং প্রধান চরিত্র।Военно-морской флот США долгие годы использовал остров Кулебра - муниципалитет Пуэрто-Рико, в качестве площадки для военной подготовки своих вооруженных сил, загрязняя его земли и воды, вплоть до настоящего времени.
8কারণ এর একটি বড় অংশ সামরিক প্রশিক্ষণ ঘাঁটি হিসেবে মার্কিন নৌবাহিনী দখল করে রেখেছিল।
9প্লায়া ফ্লামেনকো কুলেব্রা এর অন্যতম আদিম একটি সৈকত।На фотографии: жители Кулебры противостоят флоту.
10ক্রিস্টোফার জ্যাপফের দেয়া ছবি।Изображение, взятое из видео [исп].
11উইকিমিডিয়া কমনসের মাধ্যমে সিসি বিওয়াই-এসএ লাইসেন্সের আওতায় ছবিটি ব্যবহৃত।
12কুলেব্রা'র মানুষ বহু বছর ধরে নৌবাহিনীর সৃষ্ট বিস্ফোরণ, বোমা, বুলেট এবং দূষণের মাঝে তাদের জীবন ধারণ করে যাচ্ছে।
13তাঁরা গোপনে পুয়ের্তো রিকান প্রশাসনকে পরামর্শ দিয়েছে যে ভিয়েকুয়েস এবং কুলেব্রা পৌরসভা দ্বীপের হাত থেকে তাঁরা পরিত্রাণ পেতে চায়।
14এর জন্য পুয়ের্তো রিকোর প্রধান দ্বীপে তাদের বাসিন্দাদের পাঠিয়ে দিতে চায়; এমনকি তারা মৃত ব্যক্তিদেরকেও তাদের সমাধি থেকে উঠিয়ে নিতে চান।
15নৌবাহিনীর উদ্দেশ্য উভয় দ্বীপপুঞ্জের একচেটিয়া ব্যবহার লাভ এবং ভিয়েকুয়েস এবং কুলেব্রা এর মানুষকে আবার তাদের জমির উপর দখল নেয়া থেকে বিরত রাখা।
16এমনকি তাদের প্রিয়জনদের সমাধিস্থলে ফুল দিতেও বাধা দেয়া হয়।Пляж Фламенко - это пример нетронутого пляжа на Кулебре.
17নৌবাহিনীর প্রস্তাব ভীতিপূর্ণ হওয়ার কারণে এটা “ড্রাকুলা পরিকল্পনা” নামে পরিচিত হয়ে ওঠে।
18যাইহোক, কুলেব্রা এর মানুষ জয়ী হয়েছে। ১৯৭৫ সালে তাদের দ্বীপ থেকে নৌবাহিনীকে বিদায় করতে সফল হয়েছে।Фотография Кристофера Запфа, защищена лицензией CC BY-SA 4.0 via Wikimedia Commons [англ].
19বেসামরিকভাবে চালানো অবাধ প্রচারাভিযান, সামাজিক আন্দোলন এবং রাজনৈতিক আঙ্গিনার ব্যক্তিদের শত প্রচেষ্টার কয়েক বছর পর ২০০৩ সালে ভিয়েকুয়েস নৌবাহিনী মুক্ত হয়।
20কিন্তু মার্কিন নৌবাহিনীর কিছু অবশিষ্টাংশ সেখানে এখনও রয়ে গেছে। এই যেমন নৌবাহিনীর ব্যবহৃত ট্যাংক যা এখনও কুলেব্রা সৈকতকে দূষিত করে চলেছে।Однако жители Кулебры были сильнее в своей борьбе против военно-морского флота США, добившись его ухода в 1975 году.
21ছবিঃ ক্রিস্টোফার জাফ। উইকিমিডিয়া কমন্সের মাধ্যমে সিসি বাই-এসএ ৪.Вьекес добился его ухода только в 2003 году.
22০ লাইসেন্সের অধীনে ব্যবহৃত। “কুলেব্রা ১৩৫-৪০” নামের তথ্যচিত্রে এই যুদ্ধের কিছু স্মৃতি সঙ্কলন করা হয়েছে।На данный момент остались небольшие части флота, расположенные на пляжах Кулебры, такие как, например, этот танк.
23এটি তৈরি করেছে পুয়ের্তো রিকান মাসিক ডায়ালগ ইউপিআর।
24কুলেব্রা প্রতিষ্ঠাতার ১৩৫ বছর এবং ইউএস নেভি চলে যাবার ৪০ বছর পূর্তি উদযাপনের নিমিত্তে নেওয়া প্রকাশনা সিরিজের এটি একটি বিশেষ অংশ।Фото принятое от Кристофера Запфа (Christopher Zapf), защищено лицензией CC BY-SA 4.0 via Wikimedia Commons [англ].
25তথ্যচিত্রটি নীচে (স্প্যানিশ ভাষায়) দেখুনঃПосмотреть видео (на испанском языке) можно здесь: