# | ben | rus |
---|
1 | ইউক্রেন: স্ট্যালিন চা এক বিতর্ক উসকে দিয়েছে | Украина: Чай “Сталин” вызывает споры |
2 | সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে [ ইউক্রেনীয় ভাষায়], ৪৬ শতাংশ ইউক্রেনের নাগরিক সোভিয়েত শাসনামলের প্রতি স্মৃতিকাতর হয়ে পড়েন, তবে এদের বেশির ভাগই পেনশনভোগী নাগরিক, এবং তারা একই সাথে দেশটির পূর্ব এবং দক্ষিণাঞ্চলের বাসিন্দা। | Согласно проведенному недавно опросу [укр], около 46% украинцев испытывают ностальгию по СССР, большинство из них - пенсионеры и жители восточных и южных областей страны. |
3 | এদিকে পশ্চিম ইউক্রেনের ১৮ শতাংশ বাসিন্দা এবং ১৯ শতাংশ তরুণ নাগরিক একই ধরনের আবেগকে ধারণ করে থাকে। | В то же время, только 18% жителей западной Украины и 19% молодых людей разделяют это чувство. |
4 | অল্প সময় আগে শেষ হয়ে যাওয়া কমিউনিস্ট অতীতের প্রতি এ রকম ঝাপসা হয়ে টিকে থাকা মনোভাবের বিষয়টি বিভিন্ন ধরনের পণ্য প্রস্তুতকারীরা আগ্রহভরে গ্রহণ করেছে, যারা বছরের পর বছর ধরে তাদের পণ্যকে বাজারে বিক্রি করা জন্য সোভিয়েত আমলের প্রতীককে ব্যবহার করে আসছে। | Такое неясное отношение населения к недавнему коммунистическому прошлому уже на протяжении нескольких лет используют производители, которые наносят советские символы в качестве маркировки своей продукции. |
5 | তবে সম্প্রতি ইউক্রেনের নিজস্ব উৎপাদিত চায়ের প্রচারণার জন্য পণ্যের নাম সমালোচিত সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্ট্যালিনের নামে রাখা হয়, যা ইউক্রেনের নেট নাগরিকদের মাঝে এক উত্তপ্ত আলোচনার সৃষ্টি করে, যাদের অনেকে মনে করে যে এবার এই পণ্যের বিপণন ব্যবস্থাপকেরা সীমা পার করে ফেলেছে। | Тем не менее недавнее появление на рынке отечетсвенного чая с именем Иосифа Сталина вызвало горячие дискусии в Интернет сообществе Украины. Многие считают, что в этот раз производители перешли все рамки дозволенного. |
6 | ফ্রেব্রুয়ারি মাসে, দিনোপ্রোপেট্রোভস্ক শহরের ইন্টারেনট ফোরাম ব্যবহারকারী ভোতোরই বিলবোর্ড বিজ্ঞাপনের বেশ কিছু ছবি প্রদর্শন করছে, যা “স্ট্যালিন” নামক চায়ের বিজ্ঞাপন। | В феврале пользолватель Днепропетровского Интернет форума Vtoroy выложил несколько фотографий плакатов, рекламирующих чай “Сталин”. |
7 | সে এখানে এই কথাগুলো লিখেছে [রুশ ভাষায়]: | Он написал: |
8 | এই প্রথম আমি [বাইরে এক বিজ্ঞাপন] দেখতে পেলাম, কোথাও স্ট্যালিনের সত্যিকারের ছবি ব্যবহার করা হয়েছে। | Впервые вживую вижу наружную полиграфию с изображением Сталина. |
9 | তবে কয়েকজন ব্লগার খেয়াল করেছেন যে এই পণ্যটি তিন বছর ধরে মাঝে মাঝে বাজারে পাওয়া যায়, আবার মাঝে মাঝে পাওয়া যায় না। | Однако, некоторые блогеры утверждают, что этот бренд уже появлялся на рынке за последние три года. |
10 | ২০০৮ সালে যখন প্রথম এই পণ্যটি দেখা যায়, তখন এলজে ব্যবহারকারী স্প্যারো_হক এই কথাগুলো লিখেছিল [ইউক্রেনের ভাষায়]: | Увидев его впервые в 2008 году, ЖЖ пользователь sparrow_hawk написал [укр]: |
11 | যে ভাবে এটি ফেনিয়ে ওঠে: রক্তে গরম করে তোলে, এবং প্রচণ্ডভাবে | Способ заваривания: на крови. И покрепче. |
12 | এলজে ব্যবহারকারী বুলাভেক, ডোনেৎস্ক এলজে কমিউনিটিতে একটি স্টোরের তাকে রাখা স্ট্যালিন চা-এর ছবি পোস্ট করেছে এবং লিখেছে [ইউক্রেনীয় ভাষায়] যে ২০০৯ সাল থেকে আবার তা ডোনেৎস্ক এবং দিনোপ্রোপেট্রোভস্ক-এ, এই চায়ের বিক্রি শুরু হয়েছে। | ЖЖ пользователь bulavec выложил в Донецком ЖЖ сообществе фотографию чая “Сталин” на прилавке магазина и отметил [анг], что чай продавался в Донецке и Днепропетровске еще в 2009г. |
13 | সে সময় ক্রিমিয়ার এলজে ব্যবহারকারী তামিলা তাসেভা (তামিলা_তাসেভা) লিখেছিল [ইউক্রেনীয় ভাষায়] যে তার এলাকায় এই চা দেখতে পাওয়া যাচ্ছে না: | В то время ЖЖ пользователь Тамила Ташева (tamila_tasheva) с Крыма написала [укр], что она также видела чай в продаже в своем городе. |
14 | দৃশ্যত, এ বছর “স্ট্যালিন” চা আবার ইউক্রেনের বাজারে ফিরে এসেছে। | Судя по всему, в этом году чай “Сталин” вернулся на украинский рынок. |
15 | কয়েকদিন আগে ফেসবুক ব্যবহারকারী ফাদার নিকোনার স্কিপিন এই চায়ের বিজ্ঞাপনের বিলবোর্ডের আরেকটি ছবি আমাদের প্রদর্শন করে, যে ছবিটি সম্প্রতি দিনোপ্রোপেট্রোভস্ক এলাকা থেকে নেওয়া হয়েছে: | Несколько дней назад пользователь Фейсбук Отец Наканор Скипин выложил еще одно фото плаката, на котором рекламируется чай (также в Днепропетровске): |
16 | ইউক্রেনের দিনোপ্রোপেট্রোভস্ক-এ, স্ট্যালিন চায়ের বিজ্ঞাপন। | Реклама чая "Сталин" в Днепропетровске, Украина. |
17 | ছবি নিকানোর স্কিপিন-এর। | Фото Никанора Скипина |
18 | এই ছবির নীচে, সে নীচের প্রশ্নটি পোস্ট করেছে [ইউক্রেনীয় ভাষায়]: | Под фотографией он задал следующий вопрос [укр]: |
19 | কি ভাবে আপনারা এই ধরনের নির্বুদ্ধিতা পছন্দ করেন??? | Как вам нравится эта глупость??? |
20 | ব্যবহারকারী ত্যায়াখোলাজ ইগোর একমত [ইউক্রেনীয় ভাষায়]: | Пользователь Tykholaz Igor согласился [укр]: |
21 | নির্বোধ… | тупизм… |
22 | ব্যবহারকারী ভ্লাদ পুপিয়েচ লিখেছে [ইউক্রেনীয় ভাষায়]: | Пользователь Влад Пупыч написал [укр]: |
23 | [আমি] শঙ্কিত, যে আমি হয়ত বিষাক্রান্ত হতে পারি। | Боюсь, я отравлюсь. |
24 | ব্যবহারকারী আলিনা লুকাশেভিচ লিখেছে [রুশ ভাষায়]: | Пользователь Алина Лукашевич написала: |
25 | এই পণ্য প্রস্তুতকারীরা উত্তম রসিক))) | хорошее чувство юмора у производителя)))))))))) |
26 | এছাড়াও ব্যবহারকারী সের্গে বাচা মন্তব্য করেছে [রুশ ভাষায়]: | Пользователь Сергей Бача также прокомментировал: |
27 | যে কোন ভাবেই হোক, এই চা [বয়স্ক] নাগরিকদের জন্য, যে কারণে তারা এর প্রতীক হিসেবে স্ট্যালিনের ছবি বেছে নিয়েছে […][…] | Этот чай судя по всему рассчитан на пожилых и очень пожилых людей, вот поэтому портрет Сталина взяли а основу. […] |
28 | ব্যবহারকারী ভ্যালেরি কোলাসিইয়ুক এর জবাব দিয়েছেন [ইউক্রেনীয় ভাষায়]: | Пользователь Валерий Колосюк ответил [укр]: |
29 | আমার দাদির বয়স ৮৯ বছর। | Моей бабке почти 89. |
30 | আমি দেখিনি যে সে কখনো স্ট্যালিনের প্রতি সহানুভূতিশীল ছিল। | Я не заметил ее симпании к Сталину. |
31 | বেলারুশের একজন ফেসবুক ব্যবহারকারী, এলেস রেজনিকভ লিখেছে [বেলারুশের ভাষায়]: | Фейсбук-пользователь из Белорусии Алес Резников написал [бел]: |
32 | এই বিষয়টি বেলারুশের নাগরিকদের তেমন বিস্মিত করেনি। | Белорусов этим не удивишь |
33 | সোভিয়েত উত্তর যুগে আরেকটি দেশে বিপণনের জন্য স্ট্যালিনের ছবি ব্যবহার করা হয়, তার উদাহরণ আমাদের সামনে তুলে ধরে কিয়েভ ভিত্তিক এলজে ব্যবহারকারী এবং ফটোগ্রাফার বোগা৪ ২০১০ -এর কিছু ছবি পোস্ট করেছে। এই ছবিগুলো হচ্ছে মদের বোতলের যেগুলো জর্জিয়ার এক উপহারের দোকান থেকে নেওয়া। | Демонстрируя еще один пример использования имени Сталина в целях меркетинга в пост-советских странах, ЖЖ пользователь из Киева и фотограф boga4 выложил фотографию 2010г., где изображена бутылка вина - фотография была сделана в сувенирном магазине в Грузии [родина Сталина]. |
34 | [জর্জিয়া জোসেফ স্ট্যালিনের জন্মভূমি] জর্জিয়ার এক উপহারের দোকানে স্ট্যালিন নামক মদের বোতল সাজিয়ে রাখা হয়েছে। | Бутылка вина "Сталин" в сувенирном магазине в Грузии. |
35 | ছবি এলজে ব্যবহারকারী বোগা৪-এর। | Фото ЖЖ пользователя boga4 |
36 | যদিও ২০০৭ সালে ইউক্রেনের রাষ্ট্রপতি ভিক্টর ইয়ুশচেঙ্কো হলোডোমোর (১৯৩২-৩৩ সালে সংঘটিত ইউক্রেনের কৃত্রিম দুর্ভিক্ষের নাম)-এর জন্য যারা দায়ী তাদের সকল প্রতীক এবং মূর্তি নিষিদ্ধ করার এক আদেশ জারি করে (এই আদেশের মধ্যে সকল সোভিয়েত নেতা অর্ন্তভুক্ত রয়েছে), তবে এই নির্দেশ খুব কমই পালন করা হয়। | Хотя в 2007г. бывший на тот момент президентом Украины Виктор Ющенко издал указ, запрещающий символы и монументы тех, кто был ответственнен за Холодомор [анг](включая и советских лидеров), указ этот едва ли соблюдается. |
37 | ২০১০ সালের জাপোরিঝাঝিয়ায় স্ট্যালিনের মূর্তি ভাঙ্গার দায়ে তরুণ একটিভিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিচার করা হয়, এই বাস্তবতা বর্তমান প্রশাসনের মনোভাব তুলে ধরছে। | Отношение нынешних властей к этому вопросу становится ясным, учитывая тот факт, что молодые активисты, разрушевшие в 2010г. памятник Сталину в Запорожье были признаны виновными в преступлении по статье терроризм. |