Sentence alignment for gv-ben-20121116-32894.xml (html) - gv-rus-20121110-19918.xml (html)

#benrus
1কিরগিজস্তানের কনে অপহরণকারীরা কঠোর শাস্তির মুখোমুখি হবেКыргызстан: ужесточение наказания за кражу невест
2জোরপূর্বক বিবাহ বিষয়ে কিরগিজস্তানের সংবিধানের অবস্থান একেবারে পরিষ্কার।В Конституции Кыргызской Республики очень точно обозначено отношение к бракам по принуждению.
3সংবিধানের ৩৬ নম্বর অনুচ্ছেদ-এর ৫ নাম্বার ধারায় বলা হয়েছে: “স্বেচ্ছায় অথবা পরস্পরের সম্মতি ছাড়া কোন বিবাহ অনুষ্ঠিত হতে পারবে না”. । .Пункт 5 Статьи 36 Конституции гласит: «Ни один брак не может быть заключен без добровольного и обоюдного согласия лиц, вступающих в брак»
4তবে কনে অপহরণ, যা কিনা কিরগিজস্তানে আলা কাচূ নামে পরিচিত, তা দেশটির গ্রাম এলাকা বা প্রাদেশিক শহরগুলোয় ঐতিহ্য হিসাবে ব্যাপকভাবে পালন করা হয়।Тем не менее похищение невест, или «ала качуу», - все еще широко распространенная «традиция» в деревнях и провинциальных городах Кыргызстана.
5বিশকেক ভিত্তিক সেন্টার ফর উইমেন-এর হিসেব [রুশ ভাষায়]-এ দেশটিতে প্রতি বছর গড়ে প্রায় ১১,৮০০-জন-এর মত নারীকে অপহরণ করা হয়, যাদের মধ্যে গড়ে প্রায় ২০০০ জন এই ধরনের ঘটনায় ধর্ষণের শিকার হয়।Согласно подсчетам Центра Женщины в Бишкеке, ежегодно в стране похищаются 11800 девушек, из которых около 2000 подвергаются изнасилованию.
6বেশীরভাগ ক্ষেত্রে অপহরণকারীর কোন শাস্তি হয় না।Большинство похищений остаются безнаказанными.
7এই ধরনের ঘটনায় অপহৃত প্রতি ৭০০ জনের একজন অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে, যদিও দেশটির অপরাধ আইনে জোরপূর্বক অপহরণকারীর শাস্তি হিসেবে তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে [রুশ ভাষায়]।Только одна из 700 подает иск на похитителя, хотя в Уголовном кодексе страны предусмотрено наказание в виде 3 лет лишения свободы за похищение женщины для вступления в брак вопреки ее воли.
8এই ছবিতে যেমনটা দেখা যাচ্ছে, কিরগিজস্তানের বেশীরভাগ বিবাহ বাকী বিশ্বের বিবাহের ধরনের সাথে খুব একটা আলাদা নয় ।Большинство свадеб в Кыргызстане, как и на этой фотографии, не сильно отличаются от других свадеб в мире.
9তবে মূলত, দেশটির গ্রাম এলাকায় হাজার হাজার মানুষ প্রাচীন এই ঐতিহ্য অনুযায়ী কনে অপহরণ করে বিয়ে করে।Однако тысячи мужчин, в основном из сельской местности, следуя древней традиции, похищают девушку тогда, когда они хотят жениться.
10ছবি ফ্লিকার ব্যবহারকারী ইয়েভগানি জোটভ-এর, ২৮ জুলাই, ২০১০ তারিখে আপলোড করা হয়েছে (সিসি বাই-এনসি-এনডি ২.Изображение с Flickr Евгения Зотова, загружено 28 Июля 2010 года (CC BY-NC-ND 2.0)
110) আলা কাচূর বিরুদ্ধে প্রচারণাКампания против «ала качуу»
12গ্লোবাল ভয়েসেস যেমনটা আগে সংবাদ প্রদান করেছিল-সম্প্রতি কিরগিজস্তানের নারীরা কনে অপহরণ অনুশীলনের বিরুদ্ধে অত্যন্ত সক্রিয় প্রচারণা শুরু করেছে।Организации по защите прав женщин в Кыргызстане, как сообщалось в ранее Global Voices, недавно проявили особую активность в борьбе против обычая похищения невест.
13পরবর্তীতে সেই একই গ্রীষ্মে, ক্রাইসিস সেন্টার-এর সহযোগিতায় গ্লোবাল ভয়েসেস-এর প্রবন্ধটি লেখা হয়েছে এবং ইয়োথ পীর এডুকেশন সেন্টার ওরফে ওয়াই-পীর ছোট ছোট নাটিকা প্রদর্শনের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছে [রুশ ভাষায়] কেন কনে অপহরণ-এর বিরুদ্ধে লড়াই প্রয়োজন।Позднее тем же летом была написана статья, а Ассоциация кризисных центров и Молодёжная сеть равного обучения “Y-PEER” продолжили кампанию посредством небольших зарисовок о том, почему нужно бороться с похищением невест.
14এই প্রচারণায় অংশ নেওয়া পুরুষরা নারী অধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং এই অবৈধ কাজের সাথে যুক্ত না থাকার জন্য তৈরি করা এক আবেদনে নাগরিকদের স্বাক্ষরের অনুরোধ জানান।Участников-мужчин этой кампании побуждали подписать обещание об уважении прав женщины и не следовать незаконным традициям.
15এই শীতে আরেকটি প্রচারণা শুরু হয়েছে যার উদ্দেশ্য হচ্ছে কনে অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের আইন তৈরি করার লক্ষ্যে কিরগিজ এমপিদের প্ররোচিত করা।Еще одна кампания, которая была начата этой осенью, пытается убедить депутатов внедрить более жестокие наказания за похищение невест.
16যে সমস্ত একটিভিস্ট এই প্রচারণার সাথে যুক্ত তারা বিশ্বাস করে যে কোন মেয়েকে অপহরণ করা এবং তাকে জোর করে বিয়েতে বাধ্য করার মত অপরাধের শাস্তি হিসেবে তিন বছরের কারাদণ্ড যথেষ্ট নয়।Вовлеченные в данную кампанию активисты думают, что 3 года тюремного заключения не достаточное наказание для того, кто похитил девушку и заставил ее вступить в брак.
17পাশাপাশি তুলনা করলে দেখা যাচ্ছে যে, কিরগিজস্তানে কেউ যদি একটি ভেড়া চুরি করে তাহলে তাকে ১১ বছর কারাগারে কাটাতে হবে।Для сравнения, человек, похитивший овцу может провести 11 лет за решеткой.
18কনে অপহরণ প্রতিরোধ প্রচারণায় ঘৃণ্য এক চরিত্র কিরগিজ সংসদ খোজাবেক রেসপাইয়ে এক ঘৃণ্য রসিকতার দ্বারা দুটি অপরাধের পার্থক্যের বিষয়টি ব্যাখ্যা করেছেন [রুশ ভাষায়]:Депутат Кожобек Рыспаев, которого недолюбливают участники кампании против кражи невест, отвратительно шутя, объяснил разницу между двумя преступлениями:
19বেশ, গবাদিপশু উদর পূর্তিতে কাজে লাগে,কিন্তু নারীরা নয়।Но ведь скот съедают, а женщин - нет.
20জুন ২০১২-এ, ইসাক-কুল প্রদেশে একটি ঘটনায় সাম্প্রতিক এক প্রচারণার জন্ম ঘটেছে, যেখানে একটি পুরুষ, এক তরুণীকে অপহরণ করে [রুশ ভাষায়] এবং তাকে ধর্ষণ করে। যদিও সেদিনই মেয়েটির পিতামাতা তাকে খুঁজে পায় এবং পাত্রের বাসায় নিয়ে যায়, কিন্তু শীঘ্রই মেয়েটি আত্মহত্যা করে।Последняя кампания была вызвана событием, которое произошло в июне 2012 года в маленькой деревне в Иссык-Кульской области, где мужчина похитил и изнасиловал молодую девушку, которая покончила жизнь самоубийством, несмотря на то, что ее нашли в тот же день родители и забрали из дома «жениха».
21১ অক্টোবর তারিখে স্থানীয় একটি আদালত অপহরণকারীকে ছয় বছরের কারাদণ্ড প্রদান করে যা কিনা স্বাধীনতা লাভের পর কিরগিজস্তানে এই ধরনের অপরাধের বিরুদ্ধে দায়ের করা প্রথম মামলা [রুশ ভাষায়] সংসদে বিতর্ক1 октября местный суд приговорил похитителя к шести годам заключения, что стало первым уголовным делом, выдвинутым против похитителя невесты в Кыргызстане после обретения независимости. Дебаты в парламенте
22১৮ অক্টোবরে, একটিভিস্টদের চাপে দেশটির সংসদ কনে অপহরণকারীর সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে একটি আইন পাস করেছে [রুশ ভাষায়]।[Парламент в Кыргызской Республике называется Жогорку Кенеш.] 18 октября под давлением активистов, парламент страны принял законопроект, согласно которому похищение невесты наказывается 7 годами тюремного заключения.
23সংসদ সদস্যদের তীব্র এক বিতর্কের শেষে এই বিষয়টি নির্ধারণ করা হয়।Этому решению предшествовали отчаянные дебаты между депутатами.
24যেমনটা বলা যায়, সংসদ সদস্য ইরিনা কারামুশকিনা (সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি) যুক্তি প্রদান করেছেন [রুশ ভাষায়]:Например, депутат Ирина Карамушкина (Социально-демократическая партия) утверждает:
25কনে অপহরণ আক্ষরিক অর্থে একজন ব্যক্তিকে জোর করে তুলে নিয়ে যাওয়া, এক অপহরণ-এর ঘটনা।Умыкание невест, либо кража невесты - это в полном смысле слова кража человека, это похищение человека.
26আমার উপলব্ধি এই যে এখানে এ রকম একটা ঐতিহ্য আছে, যা অনেক পুরোনো এক ঐতিহ্য, যেটি কিনা এখনো পালন করা হয়ে থাকে।Я понимаю, что есть такая традиция, очень такая старая традиция, ее применяют.
27তবে যে কোন ঐতিহ্য তখনই এক ঐতিহ্যে পরিণত হয় যখন উভয় পক্ষ তা পালন করতে রাজি।Но традиция тогда станет традицией, когда обе стороны согласны.
28তবে সাংসদ খোজাবেক রেইসপাইয়ে, এর সাথে একমত নন [রুশ ভাষায়], উলুকবেক বাবাকুলুভ যেমনটা উদ্ধৃত করেছেনঃ :Однако Кожобек Рыспаев не соглашается, как процитировал его блогер Улукбека Бабакулова,
29কনে অপহরণকারীর জন্য যদি কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে কিরগিজস্তানের সকল পুরুষকে জেলে যেতে হবে।Ужесточение наказания за кражу невесты может привести к тому, что мы пересажаем всех мужчин в Кыргызстане.
30সংসদে রেইসপাইয়ে-এর সহকর্মী দাস্তান বেকেশেভ, এই বিষয়ে আরো কঠিন শাস্তি প্রয়োগের উৎসাহ প্রদান করছেন, তিনি পরামর্শ প্রদান করেন বিষয়টি অনেক আত্মহত্যা প্রতিরোধ করবে:Коллега Рыспаева из парламента Дастан Бекешев настаивает на ожесточение наказаний, предполагая, что таким образом можно избежать многих самоубийств:
31মেয়েদের আত্মহত্যা প্রতিরোধে বাস্তবিক এই শাস্তি যথেষ্ট নয় [ যে সমস্ত মেয়ে অপহরণ এবং জোরপূর্বক বিয়ের স্বীকার হয়]।На практике нередки случаи суицида среди девушек.
32কি ভাবে অপরাধীকে শাস্তির আওতায় আনতে হবে কনের পিতামাতা তা জানে না এবং অনেক সময় তারা এমনকি অপহরণকারীকে শাস্তি দেওয়ার জন্য তৈরি থাকে।Их родители не знают, как наказать виновных, и иногда готовы даже на самосуд.
33যার ফলে কঠোর এক শাস্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।А потому ужесточение ответственности просто необходимо.
34সাংসদ শিরিন এইতমাতোভা তার সহকর্মীকে সমর্থন করেছে [রুশ ভাষায়]:Депутат Ширин Аитматома поддержала свою коллегу:
35এই বিষয়টির প্রতি আমার একটা ইতিবাচক মনোভাব রয়েছে, আমি মনে করি বিষয়টি সঠিক।Я к этому положительно отношусь. Я думаю, что это правильно.
36লিঙ্গীয় বিষয়, যেমন কনে অপহরণের মত ঘটনা কিরগিজ সমাজের সামনে চলে এসছে, যার জন্য দেশটির সুশীল সমাজের অক্লান্ত প্রচেষ্টাকে ধন্যবাদ।Гендерные вопросы, такие как похищение невест, выходят на первый план в обществе Кыргызстана благодаря неутомимому гражданскому активизму.
37বিশকেক ফেমিনিস্ট সুশীল দলের ডিজাইনকৃত এই প্রচারণায়, এর প্রবক্তারা সংসদে নারী আসন বৃদ্ধির পক্ষে যুক্তি প্রদর্শন করেছে।В этой кампании, разработанной Бишкексой феминистической гражданской группой, сторонники выступают за увеличение числа женщин в парламенте.
38এখানে কিরগিজ ভাষায় লেখা আছে, “নারী তোমার স্থান এই ভবনে”।Перевод с кыргызского гласит: «В ЭТОМ доме ваше место, женщины».
39তবে পরিহাসের বিষয় এই যে, এই ঘটনার এক সপ্তাহের কম সময়ের মধ্যে, আইতমাতোভার সংসদীয় সাহায্যকারী কর্মী বিয়ে করার জন্য এক টিভি সাংবাদিককে অপহরণ করে [রুশ ভাষায়], অতীতে যার সাথে সে অভিসারে গিয়েছিল।Тем не менее, по иронии судьбы, меньше недели назад помощник депутата Атимовой похитил тележурналистку, с которой он в прошлом встречался для того, чтобы на ней жениться .
40তবে উলুগবেক বাবাকুলভ যেমনটা তার ব্লগে পাঠকদের স্মরণ করিয়ে দিচ্ছেন:Более того Улугбек Бабакулов напомнил читателям своего блога:
41দুর্ভাগ্যবশত, [কিরগিজ সংসদে] বিনয়ী মনোভাবের সংসদেরা সংখ্যালুঘু এবং এই ধরনের কাজের অনুশীলনে প্রদর্শিত হয়েছে যে, অনেক কম গ্রহণযোগ্য জনপ্রতিনিধিদের গর্জনের মাঝে প্রায়শ তাদের কণ্ঠস্বর শোনা প্রায় অসম্ভব।Но, к сожалению, трезвомыслящих парламентариев в ЖК меньшинство и, как показывает практика, их голос часто тонет в гуле голосов гораздо менее достойных народоизбранников
42কনে অপহরণ বিরোধী গ্রহণযোগ্য প্রচারণার অংশ হিসেবে ২৮ অক্টোবর বিশকেকে “সাইকেল চালনা এবং আমি নির্যাতনের বিরুদ্ধে” নামক স্লোগানের অধীনে একটি মোটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয় [রুশ ভাষায়]।В рамках продолжительной гражданской кампании против умыкания невест 28 октября в Бишкеке был организован велопробег под лозунгом: «Велоспорт и Я - против насилия»
43[বিশেষ দ্রষ্টব্য] কিরগিজস্তানের প্রায় সকল নারী টিভি ব্যক্তিত্ব জীবনে একবার অপহরণের শিকার হয়েছে ( যা কিনা সঠিক নয় ) এমন ধারনার যে ঝুঁকি, সে বিষয়ে গ্লোবাল ভয়েসেস, আগামী সপ্তাহে ট্যাবলয়েড সাংবাদিকদের কাছ থেকে কয়েকজন নারী টিভি ব্যক্তিত্বের “ভূয়া অপহরণ” বিষয়ে প্রতিক্রিয়ার বিবরণ প্রদান করবে।Рискуя создать ложное впечатление, что все представительницы слабого пола с кыргызского телевидения были хотя бы один раз в жизни похищены (хотя это не так), Global Voices приступит к сбору материалов о «ложных похищениях» отдельных телеведущих журналистами таблоидов.