Sentence alignment for gv-ben-20150412-48196.xml (html) - gv-rus-20150412-36282.xml (html)

#benrus
1মিশরের ভিয়েতনাম: মিশরের মানুষজন কেন ইয়েমেন যুদ্ধের বিরোধীতা করছে
2ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক গোলাবর্ষণ চলছে।Египетский Вьетнам: почему египтяне против войны в Йемене
3ফেসবুকে ছবিটি শেয়ার করেছেন আলা আল-ইরয়ানি।Артиллерия «Бури решимости» обрушивается на столицу Йемена Сана.
4তিনি লিখেছেন, এটা আমাদের বাসার কাছেই।Фотографией через Facebook поделилась Аля аль-Эрьяни.
5জায়গাটার নাম ফাজ আত্তান।«Это случилось в окрестностях Faj Attan около нашего дома.
6চিন্তা-ই করতে পারছি না সন্ত্রাসবাদের মধ্যে আমার পরিবার ও বন্ধুরা কেমন করে দিন কাটাচ্ছে…।Не представляю, через что приходится проходить моей семье и друзьям сейчас…» - объясняет она.
7ইয়েমেনের যুদ্ধে মিশর স্থল সেনা পাঠাচ্ছে। তবে দেশটির সাধারণ জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অসম্মতির কথা জানিয়েছেন।Египтяне обращаются к социальным медиа, чтобы озвучить свой отказ от какого-либо участия в войне в Йемене на стороне их национальных сухопутных войск.
8গত মাসের ২৬ তারিখ থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে মিশর ইয়েমেনে বিমান হামলায় অংশ নিচ্ছে। এখন দেশটি স্থল সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে।Египет, состоящий в коалиции во главе с Саудовской Аравией, атакующей Йемен с 26 марта, заявил, что готов послать наземные войска [анг] в разрушенную войной страну.
9আরব জোটে সৌদি আরব ছাড়াও মিশর, জর্দান, মরক্কো, সুদান এবং পাকিস্তান রয়েছে। জোটটি হুতি বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করছে।С поддержкой своих арабских союзников - Египтом, Иорданией, Марокко, Суданом и Пакистаном - Саудовская Аравия начала воздушную операцию под названием «Буря решимости» против хуситов, контролирующих большую часть Йемена с января этого года.
10উল্লেখ্য, গত জানুয়ারি থেকে হুতি বাহিনী ইয়েমেনের বিরাট অংশ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। মিশরের অনেক নেটিজেন পাঠকদের একটি ফাঁস হওয়া কথোপকথনের কথা স্মরণ করে দিয়েছেন।Многие египетские пользователи интернета напомнили читателям о «слитой» записи [анг], в которой египетский президент Абдул-Фаттах Ас-Сиси якобы сказал, что арабы Персидского залива относятся к деньгам, как к рису, имея в виду изобилие и подразумевая, что Египет был втянут в войну ради денег.
11ফাঁস হওয়া ওই কথোপকথনটি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি'র। যেখানে তিনি অর্থের জন্য যুদ্ধে যাওয়ার কথা বলেছেন।Они даже проводят сравнение, утверждая, что египетские солдаты приносят себя в жертву в войне в Йемене в обмен на рис.
12তারা তুলনা করে এমন কথাও বলছেন, সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন যুদ্ধে মিশরের সৈন্যরা চালের বিনিময়ে নিজেদের জীবন উৎসর্গ করবেন।
13মিশরীয় ব্লগার নাওয়ারা নাগম তার ৭৫৯০০ অনুসরণকারীদের জানিয়েছেন:Египетский блогер Навара Негм принимает на себя удар, рассказывая 759 тысячам подписчиков:
14যুদ্ধ নিয়ে আপনার যদি নৈতিক সমস্যা না থাকে, শিশু হত্যা নিয়ে কোনো বিকার না থাকে, তাহলে চালের বিনিময়ে সৈন্যদের মৃত্যু নিয়েও আপনার কিছু যায় আসে না। তিনি আরো বলেন:Если у вас нет нравственной проблемы, связанной с войной и убийством детей, тогда у вас также не должно быть проблемы со своими солдатами, которые умирают в обмен на рис.
15আমরা যুদ্ধে যাবো, শহীদ হবো।Она добавляет :
16আর দিন শেষে তারা চাল নিয়ে আমাদের সাথে মজা করবে। যদিও এই চাল যারা যুদ্ধে গেছেন, তাদের কাছে পৌঁছাবে না।Мы идём и умираем, а в конце они смеются над нами из-за риса, который не попал в карман ни одному ребёнку, вовлечённому в войну.
17অন্য একটি টুইটে নাগম বিস্ময় প্রকাশ করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংসদ কেন জড়িত নয় সেটা জানতে চেয়েছেন:
18রাষ্ট্রীয় সেনাবাহিনীতে যোগদান যেমন বাধ্যতামূলক এবং সেখানে যারা যোগ দেন, তাদের সাথে সাধারণ মানুষও জড়িত।
19তাই তাদের অধিকার আছে এ বিষয়ে মতামত দেয়ার।В другом твите Негм интересуется, почему парламент не вовлечён в процесс принятия решений:
20তারা বাঁচবে না মরবে তা সংসদ কিংবা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া উচিত। তারপরে সরকারি মিডিয়া যুদ্ধ নিয়ে যে প্রচারণা চালাচ্ছে, সেটা তিনি তুলে ধরেছেন:До тех пор, пока призыв в армию обязателен и люди вовлечены в него со своими детьми, они имеют право выражать своё мнение через парламент, должны их дети жить или умереть, по крайней мере, они должны провести референдум.
21আমরা মিডিয়ার কার্যক্রম সম্পর্কে জানি: মিডিয়া তাদেরকে বিশ্বাসঘাতক, বিদেশী এজেন্ট এবং গুপ্তচর লেবেল দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
22সে কিছু লোককে গ্রেফতার করবে। তারপর তিনি যা চান, সেটাই করবেন।Затем она описывает сцену в Египте со СМИ, поддерживающими войну, которые, в свою очередь, поддерживаются правительством, говоря:
23নাগম সিসি'র নাম উল্লেখ না করলেও তার পরের টুইটগুলোতে তিনি যে সিসিকেই বলছেন, তা স্পষ্ট হয়েছে:Мы уже знаем эту схему: подготовка СМИ, а те, кто возражают, будет названы предателями, [иностранными] агентами и шпионами.
24তিনি আইনি বিধিনিষেধ জারি করেছেন, ঋণ নিয়েছেন।Он арестует несколько людей и затем будет делать то, что захочет
25তার মারা যাওয়ার আগ পর্যন্ত আমাদের সে ঋণ শোধ করে যেতে হবে।«Он» относится к Сиси, чьё имя Негм не упоминает, следующий твит это объясняет:
26কারো পরামর্শ না নিয়েই আমাদের যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। এখন তিনি সৈন্যদের অনুমতি না নিয়েই তাদেরকে যুদ্ধের ময়দানে মরতে পাঠাচ্ছেন।Он издавал законы и брал кредиты, за которые теперь мы должны платить до тех пор, пока он не умрёт; и он вступил в войну без чьего-либо совета; и теперь он пошлёт людей умирать без их собственного разрешения
27তিনি উপসংহার টেনে বলেন:Она приходит к выводу:
28সংসদের অনুমোদন কিংবা গণভোট ছাড়া তার কোনো অধিকার নেই লোকজনদের ইয়েমেনে যুদ্ধ করতে পাঠানোর।
29আদেল জিদানে ইয়েমেনে মিশরের হস্তক্ষেপকে “ওয়ার অব ওয়েল ইন রিটার্ন ফর ব্লাড” বলে উল্লেখ করেছেন।
30তিনি তার টুইটে লিখেন: রক্তের বিনিময়ে তেলের জন্য এই যুদ্ধ চলতে পারে না।У него нет прав забирать чужих детей и отправлять их в Йемен без разрешения парламента или даже референдума
31ইয়েমেনের যুদ্ধে মিশরের অংশগ্রহণ পুরোনো স্মৃতিকে ফিরিয়ে এনেছে।Адель Зидан описывает египетскую интервенцию в Йемен как войну «нефть в обмен на кровь».
32আর সেটা উত্তর ইয়েমেনের গৃহযুদ্ধ (১৯৬২-১৯৭০)।Он пишет в Twitter:
33সে যুদ্ধে ইয়েমেনের পক্ষে মিশর ও রাশিয়া ছিল।Скажем нет войне с перспективой обмена нефти на кровь
34অন্যদিকে ব্রিটেন সমর্থিত জোটে ছিল সৌদি আরব ও জর্দান। তখন তাদের হয়ে লড়েছিলেন ইমাম মুহাম্মদ আল বদর।Наличие египетских войск в Йемене напоминает о военном перевороте в Йемене в 1962 году.
35তিনি জোটের সমর্থনে সৌদি আরবে পালিয়ে গিয়েছিলেন। সেবারের যুদ্ধে মিশরের কয়েক হাজার সৈন্য নিহত হয়েছিলেন।В той войне Египет и СССР поддержали новую Йеменскую Арабскую республику, а Саудовская Аравия и Иордания, поддерживаемые Британией, боролись на стороне недавно свергнутого Мухаммеда аль-Бадра, сбежавшего в Саудовскую Аравию в поисках поддержки.
36ইয়েমেনের নাগরিক আম্মার আল আওলাকি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন:Тысячи египетских военных погибли в той войне.
37“ইয়েমেন আমার ভিয়েতনাম।Йеменец Аммар аль-Авлаки напоминает нам:
38আমি সেখানে ৭০,০০০ সৈন্য পাঠিয়েছি, যারা শেষ পর্যন্ত লড়ে যাবে।”«Йемен - мой Вьетнам, я послал туда одну роту, а это всё окончилось подкреплением из 70 000 отрядов».
39গামাল আবদেল নাসের ১৯৬৭Гамаль Абдель Насер 1967
40নাগমও তার অনুসরণকারীদের স্মরণ করে দিয়েছেন:Негм также напоминает об этом подписчикам, говоря:
41ঐতিহাসিকভাবেই ইয়েমেন মিশরের ভিয়েতনাম হিসেবে পরিচিত।
42আমরা ইয়েমেনে যখন কিছু একটা করছি, তখন জানতে পারছি না সিনাইয়ে কী করতে হবে।Йемен - исторически известен как египетский Вьетнам.
43মিশরের সেনারা সিনাইয়ে সন্ত্রাসবাদীদের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে।Что мы будем делать в Йемене, если мы даже не знаем, что делать с Синайским полуостровом?
44এদের মধ্যে স্টেট অব সিনাই নামের একটি জিহাদি গোষ্ঠীও রয়েছে। আইএসআইএস-এর সাথে জোট গঠনের পূর্বে এরা আনসার বায়াত আল-মাকদিস (এবিএম) নামে পরিচিত ছিল।Египетская армия была вовлечена [анг] в войну на Синайском полуострове против «террористов», среди которых - государство Синай, джихадистская группировка, ранее называвшаяся Ансар Бейт аль-Макдис (АБМ) до призания их принадлежности к радикальной группировке ИГИШ
45এই অঞ্চলে আবার নতুন করে কেন যুদ্ধে জড়িয়ে পড়লো সে বিষয়ে প্রশ্ন তুলেছেন মিশরের কারমেন ওয়ান্ডার্স:
46মিশর যে ইয়েমেনের কাছ থেকে ভুমি উদ্ধারের জন্য আক্রমণ করেছে, তা কিন্তু নয়।Из Египта Кармен интересуется, почему новые военные фронты открываются в регионе:
47সিনাই এখন জঙ্গীদের আখড়া গেছে।Скажем нет египетскому вторжению в Йемен.
48লিবিয়ায় আইএসআইএস'রা পৌঁছে।Синай полон терроризма, а ИГИШ в Ливии.
49এই পরিস্থিতিতে তারা কেন আরেকটা নতুন যুদ্ধে জড়িয়ে পড়ছে।Зачем они начинают новую войну, которую не смогут выдержать?
50এটা কি তারা নিয়ন্ত্রণ করতে পারবে?Она добавляет:
51যে দেশটিতে এমনিতেই প্রতিদিন রক্ত ঝরছে, সেখানে নতুন করে আর রক্ত ঝরানোর মানে নেই।Не повышайте счёт крови, который эта страна и так оплачивает каждый день.
52সেনাবাহিনী নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশের অধিকার আছে।У нас есть право беспокоиться о нашей армии.
53মিশরের নাগরিক হামদি মানসুর বলেন:Египтянин Хамди Мансур добавляет:
54তারা আপনাকে বলবে, তারা স্থলপথে ইয়েমেন আগ্রাসনের বিরুদ্ধে।Они говорят всем, что они против вторжения в Йемен, чтобы бедные египетские солдаты не были убиты!
55আর তাই মিশরের সৈন্যরা মারা পড়বেন না।Как насчёт воздушных бомбардировок бедных йеменцев?
56তাহলে আকাশ থেকে বোমা মেরে ইয়েমেনের সাধারণ মানুষকে হত্যার বিষয়টি কী হবে!Очевидно, что это нормально, и не вопрос, погибнет целый народ или выживет.
57অবশ্যই এটা সাধারণ একটি ব্যাপার।
58সেখানে কেউ মারা গেল, না বেঁচে থাকলো তাতে কিছু যায় আসে না।От ливийки Рины Джалал, насмешливо подытоживающей ситуацию, отражается этот настрой.
59লেবাননের রিয়েনা জালাল পুরো পরিস্থিতির একটি উপসংহার টেনে তার ১৩১০০ অনুসরণকারীর উদ্দেশ্যে লিখেছেন:
60আকাশ পথে আক্রমণ খুব স্বাভাবিক ব্যাপার।Она пишет в Twitter своим 13,1 тысячам читателей:
61আকাশ থেকে ফেলা বোমায় সাধারণ মানুষের মৃত্যু স্বাভাবিক?Воздушная интервенция - это нормально А люди, погибающие в результате бомбардировок - тоже нормально?
62আর স্থলপথে মিশরের সৈন্যদের আক্রমণ মানে তাদের মৃত্যু।Но наземная интервенция будет означать смерть египетских солдат.
63কী লজ্জার কথা!Как не стыдно!
64বাহরাইন থেকে @আইবান্না৭৪ তার ২,০০০ অনুসরণকারীকে মনে করিয়ে দিয়েছেন:И из Бахрейна @lbanna74 напоминает своим 2000 читателей:
65কফিনে করে মিশরের সৈন্যরা যখন ফিরবে, তাদের তখন শহীদ হিসেবে ডাকবেন না।Когда египтяне вернутся в гробах, не зовите их мучениками.
66তারা মারা গেছেন উপসাগরীয় অঞ্চলের নগদ টাকার লোভে।Их заставили сражаться в обмен на деньги государств Персидского залива.
67মিশরের স্থলপথে ইয়েমেন আক্রমণকে না বলুন হ্যাশট্যাগে আরো প্রতিক্রিয়া পাওয়া যাবে।Больше реакций вы сможете найти под хэштегом #لا_لتدخل_مصر_البري_في_اليمن , который переводится с арабского как «Нет наземной египетской интервенции в Йемен».
68আরো জানতে দেখুন: মিশরের ভিয়েতনাম: ইয়েমেনে কায়রো'র সর্বশেষ আক্রমণ থেকে শিক্ষা নেয়ার আছেДля дальнейшего чтения: Egypt's Vietnam: Lessons from the last time Cairo waded into war in Yemen