# | ben | rus |
---|
1 | জাপানের ডায়েট প্রেস হলে অনলাইন সাংবাদিক নিষিদ্ধ | Журналистке из онлайн-СМИ отказано в доступе в пресс-зал японского парламента |
2 | ৬ জুলাই,২০১২ জাপানের জাতীয় ডায়েটের সামনে বিক্ষোভকারীরা/ আওয়ারপ্ল্যানেট-টিভির ইউস্ট্রিম ভিডিও থেকে ছবিটি সংগৃহীত | Протестующие перед японским национальным парламентом, 6 июля 2012 года/изображение, зафиксированное на видео, выложенном каналом Ourplanet-TV на сайте Ustream |
3 | জাপানের “নো নিউক”[“পারমানবিক বোমাকে না”] বিক্ষোভকারীরা টোকিওতে প্রতি শুক্রবার তাঁদের প্রধানমন্ত্রীর অফিসের সামনে একত্রিত হয়। | [Все ссылки в данной статье ведут на японские источники.] Каждую пятницу протестующие под лозунгом «Нет использованию ядерной энергии» собираются в Токио перед офисом японского премьер-министра. |
4 | আওয়ার প্ল্যানেট টিভি নামের একটি অনলাইন টেলিভিশনের প্রধান ও ভিডিও সাংবাদিক হাজিমি শিরাইশি গত ৬ ই জুলাই, ২০১২ লক্ষ্য করেন যে, ডায়েট প্রেস হলের ছাদের উপর থেকে রাস্তা জুড়ে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের একটি সম্পূর্ণ দৃশ্য পাওয়া সম্ভব। | 6 июля 2012 видео-журналистка Хаджиме Шираиши, возглавляющая онлайн-канал Our Planet TV, заметила, что лучший вид с высоты птичьего полета на протестующих открывается с крыши пресс-зала парламента, находящегося напротив. |
5 | যাহোক, তাকে সেখানে কোন ভিডিও ধারণ করতে দেওয়া হয়নি। কারণ তিনি সরকারী প্রেস ক্লাবের সদস্য নন । | Однако ей отказали в праве снимать с этого здания, поскольку она не является членом официального пресс-клуба. |
6 | শিরাশি একজন সুপরিচিত সাংবাদিক যিনি রেডিও এবং টেলিভিশনের জাপানিজ মহিলা সংঘ এবং জাপান কংগ্রেস অব জার্নালিস্ট থেকে বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন। | Шираиши - широко известная журналистка, получавшая награды от организации «Японские женщины на радио и телевидении», а также от Конгресса журналистов Японии. |
7 | আওয়ার প্ল্যানেট টিভির জন্য তিনি নাগরিকদের ঐতিহাসিক বিক্ষোভে অংশগ্রহণের চলমান দৃশ্যগুলোকে ধারণ করা খুবই জরুরী মনে করেন, এবং ছাদে যাওয়ার প্রবেশাধিকার পেতে আদালতের কাছে আবেদন করেন। | Она посчитала важным, чтобы канал Our Planet TV запечатлел оживленное движение людей, участвующих в этих исторически значимых демонстрациях, поэтому обратилась в суд, чтобы получить доступ на крышу парламента. |
8 | টোকিও উচ্চ আদালত ২৭ শে জুলাই তাঁর অনুরোধ নাকচ করে দেয় এবং আওয়ার প্ল্যানেট টিভি পুনরায় প্রেস হল ব্যবস্থাপনা পরিষদের কাছে এর জন্য আবেদন করে। | 27 июля Верховный суд Токио отклонил ее ходатайство, и тогда канал Our Planet TV обратился к управляющим пресс-зала. |
9 | ইউস্ট্রিমে আওয়ার প্ল্যানেট টিভির এই ভিডিওটি ৬ জুলাই শিরাশির ডায়েট প্রেস হলের ছাদে পৌঁছানোর জন্য প্রচেষ্টা দেখাচ্ছে। | Это видео Our Planet TV на Ustream показывает, как 6 июля Шираиши пыталась пройти на крышу пресс-зала парламента. |
10 | ইউস্ট্রিম থেকে ভিডিও প্রবাহ | Потоковое видео на Ustream |
11 | একদিকে প্রধানমন্ত্রীর প্রেস ক্লাব ডায়েট প্রেস হল ব্যবহারে সংবাদপত্রের স্বাধীনতাকে সমর্থন করে, অন্যদিকে এটি আবার অনলাইন বার্তা মাধ্যম ও ফ্রিল্যান্স সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়। | В то время, как пресс-клуб премьер-министра утверждает, что поддерживает свободу прессы, он же ограничивает доступ для журналистов из онлайн-СМИ и независимых журналистов. |
12 | অনেক নাগরিকই প্রেস ক্লাবের সাথে মূলধারার বার্তা সংস্থাগুলোর সংযুক্ত হওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে, তারা মনে করছে যে “নো নিউক”[“পারমানবিক বোমাকে না”] বিক্ষোভের সম্পূর্ণ বিবরণ তুলে ধরা হয়নি। | Многие граждане выразили свое недовольство основными новостными организациями,связанными с пресс-клубом, считая, что демонстрациям против использования ядерной энергии не было уделено достаточно внимания. |
13 | ঐতিহাসিক ডায়েট প্রেস ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১২০ বছর আগে। | Исторически, пресс-клуб парламента был основан 120 лет назад. |
14 | যাহোক শিরাইশি মনে করেন, ইন্টারনেট ভিত্তিক মাধ্যম এবং ফ্রিল্যান্স সাংবাদিক ব্যতীত মুক্ত প্রতিযোগিতা বিঘ্নিত হয় । | Однако Шираиши считает, что отказ содействовать онлайн-СМИ и независимым журналистам нарушает свободу конкуренции. |
15 | তিনি দাবি জানিয়েছেন, “জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রায়ত্ত দালানটিকে নিরপেক্ষভাবে ব্যবহার করতে হবে।” | Она просит, чтобы «государственные здания использовались справедливо, и общественность могла воспользоваться своим правом на получение информации». |
16 | এই পোস্টটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে প্রকাশিত আওয়ারপ্ল্যানেট টিভির [জাপানীজ] একটি পোস্টের ভাষান্তরিত সারাংশ। | Эта статья представляет собой обобщенный перевод статьи с сайта Ourplanet TV, опубликованной согласно лицензии Creative Commons. Перевод: Полина Лурье, корректорская правка: Ирина Плясовских |