Sentence alignment for gv-ben-20100319-9906.xml (html) - gv-rus-20100313-1694.xml (html)

#benrus
1থাইল্যান্ড: ঝড়ের আগমনের পূর্বেকার এক শান্ত অবস্থা?Таиланд: Затишье перед бурей?
2১২ মার্চে সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়, যে সমাবেশে রেড শার্টেরা ( থাইল্যান্ডের বর্তমান সরকার বিরোধীরা লাল জামা পরে বলে তাদের এ নামে বলে অভিহিত করা হয়) এই সপ্তাহ আবার রাস্তায় নেমে পড়ার শপথ নেয়, তারা সংসদের বিলুপ্তি ও নতুন নির্বাচনের জন্য ক্রমাগত চাপ প্রদান করে আসছে।12 марта антиправительственный митинг закончился мирно с обещанием Red Shirts (Красных Рубашек) вернуться на улицы в эти выходные, где они продолжат настаивать на роспуске парламента и назначении новых выборов.
3১৪ মার্চ, রোববারে রেড শার্ট ওরফে লাল জামাধারীরা লাখো মানুষের পদযাত্রার এক পরিকল্পনা করে, এর উদ্দেশ্য ছিল বর্তমান সরকারকে অপসারিত করা।В воскресенье 14 марта Красные Рубашки планируют провести “марш с участием миллиона человек” [анг], чтобы свергнуть нынешнюю власть.
4রেড শার্টের অনেকে বিতাড়িত প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়াত্রার সমর্থক, কিন্তু তাদের সকলেই এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নেতার ভক্ত নয়, যিনি সম্প্রতি আদালতে দুর্নীতির মামলা অভিযুক্ত হয়েছেন।Многие Красные Рубашки являются сторонниками [анг] премьер-министра в отставке Таксина Чинаватра, но не все из них являются поклонниками беглого лидера, который недавно был осужден [анг] по обвинению в коррупции.
5রেড শার্টদের কাছে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা একজন অবৈধ এবং অগণতান্ত্রিক শাসক।Красные Рубашки считают,что нынешний премьер-министр Апхисит Веджаджива [анг] не соблюдает закон и недемократичен.
6১২ মার্চ ব্যাংককে এক শোভাযাত্রা বের হয় এবং উত্তরের গ্রামীণ এলাকায় ধারাবাহিক কিছু প্রতিবাদ শুরু করার পরিকল্পনা করা হয়, যা এই সপ্তাহের ছুটির দিনে অনুষ্ঠিত হবে বলে নির্ধারন করা হয়েছিল।Митинги 12 марта в Бангкоке и на сельском севере ознаменовали начало ряда акций протеста, которые планируется провести в эти выходные.
7সরকারের হিসেব মতে প্রতিবাদ বিক্ষোভে ৬,৫০০ জন উপস্থিত ছিল, সমাবেশের উদ্যোক্তাদের দাবি, সেদিন রাস্তায় প্রায় ৩০,০০০-এর বেশি জনতা উপস্থিত হয়েছিল।По оценкам правительства там было 6500 людей, но организаторы акции утверждали, что они мобилизовали более 30000 людей.
8রেড শার্টরা প্রতিশ্রুতি প্রদান করেছিল যে তারা বিক্ষোভ শোভাযাত্রায় কোন ধরনের সংঘর্ষে জড়াবে না, কিন্তু এই ইউটিউব ভিডিও প্রদর্শন রেড শার্ট এবং মোটরগাড়ির আরোহীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েছে।Красные Рубашки обещали не прибегать в своих акциях к насилию, но это YouTube видео показывает драку между человеком в красной рубашке и автомобилистом.
9অন্য এক ভিডিও দেখাচ্ছে যে রেড শার্টের কিছু অভিযুক্ত কর্মী শোভাযাত্রায় অংশ নেওয়া কিছু ব্যক্তিকে টাকা দিচ্ছে।На еще одном видео видно предполагаемых членов Красных Рубашек в процессе распределения наличных по участникам митинга.
10ডি-ডে (চূড়ান্ত অভিযানের শুরুর দিন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানীর বিরুদ্ধে মিত্রপক্ষের চূড়ান্ত অভিযানের সাংকেতিক নাম) শুরু হতে এখনো দুইদিন বাকী, কিন্তু ব্যাংককের অনেক বাসিন্দা প্রধান যে সমস্ত এলাকায় বিক্ষোভ শোভাযাত্রা বের হবে, সে সব এলাকা থেকে দুরে থাকতে শুরু করেছে।До “дня Д” осталось еще два дня, но многие жители Бангкока решили остаться в стороне от основных областей акции.
11ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে, ডজন খানেক রাষ্ট্র এই সপ্তাহে থাইল্যান্ডে ভ্রমণ না করার জন্য তাদের পর্যটকদের উপদেশ দিয়েছে: এবং এখানকার বাসিন্দাদের লাল বা হলুদ জামা না পরার জন্য অনুরোধ করা হয়েছে, যা থাইল্যান্ডের “রাজনৈতিক দলের পোশাকের রঙের প্রতীকে” পরিণত হয়েছে।Были закрыты банки [анг]; десятки стран предупредили людей не путешествовать в Таиланд в эти выходные; и жителям посоветовали не носить красный или желтый цвет, которые расцениваются как “политические цвета”[анг] в Таиланде.
12ইয়োলো শার্ট (হলুদ জামা) নামে পরিচিতরা থাইল্যান্ডে সরকারের সমর্থক, তারা হলুদ জামা পরে।Желтые Рубашки являются сторонниками правительства.
13ক্রিস্টোফার মুর আবিষ্কার করেছেন ব্যাংককের পরিস্থিতির উপর তথ্য পাবার ক্ষেত্রে নতুন প্রচার মাধ্যম একটি বিকল্প সংবাদ উৎসে পরিণত হয়েছে।Кристофер Мур рассматривает новые средства массовой информации [анг] в качестве альтернативного источника информации о ситуации в Бангкоке:
14ব্যাংককের সেরা সময়টাতেই সঠিক সংবাদ পাওয়া কঠিন, সেখানে এ রকম এক বাজে পরিস্থিতিতে ঠিকঠাক মতো সংবাদ পাওয়া অসম্ভব প্রায়।В Бангкоке в лучшие то времена было трудно получить бесплатный статический сигнал.
15এই পদ্ধতির ভেতরে অনেক বেশি সরকারি আওয়াজ থাকে।В худшие времена, это просто невозможно.
16এখনকার টেলিভিশন এবং রেডিও এখনো সরকারের নিয়ন্ত্রণে।Слишком много шума было поднято вокруг внутренних дел системы.
17কিন্তু সম্প্রচার মাধ্যমের উপর সরকারের এখন আর একচেটিয়া নিয়ন্ত্রণ নেই।ТВ и радио все еще находятся под контролем правительства и транслируют в целом про правительственную информацию.
18ইন্টারনেট, টুইটার, মোবাইল ফোন, মুঠোফোন বার্তা (টেক্সট মেসেজ), গরম গরম তথ্য, গুজব, হুমকি, সতর্কবার্তা, এবং ভয় ছড়িয়ে দিচ্ছে।Но монополии на средства массовой информации больше не существует. Интернет, Твиттер, смски наполнены слухами, угрозами, предупреждениями и страхом.
19বার্তা ছড়ান নিয়ে সংঘর্ষ, দেশে অনিশ্চয়তা এবং বিভ্রান্তি তৈরি করছে।Конфликт сообщений привел к неопределенности и путанице.
20এই মুহূর্তে আমাদের মধ্যে রাগ, ক্রোধ, ঘৃণা এবং অবিশ্বাস তৈরি হচ্ছে।То, что мы имеем на данный момент- это страх, пыл, гнев, ненависть и недоверие.
21তথ্য এবং জ্ঞান এই সমস্ত আবেগের মধ্যে দিয়ে ছেঁকে ফেলা হচ্ছে।Информация и знания фильтруются через эти эмоции.
22সম্প্রতি পর্যবেক্ষণ করা হয়েছে যে ১২ মার্চে ব্যাংককে কোন অসাধারণ ঘটনা ঘটেনি।Newley отмечает, что никаких экстраординарных событий 12 марта в Бангкоке не было.
23ব্যাংককের অনেক জনতা আশা করেছিল যে, এইদিন এখানে বেশ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে।Многие люди здесь в Бангкоке ожидали, что день будет хаотичным.
24এদিন তাড়াতাড়ি ব্যাংক বন্ধ হয়ে যায়, স্কুল ছুটি দেওয়া হয়।Бизнесы закрылись рано. В школах были отменены занятия.
25কিন্তু যখন শহরের কিছু অংশে ছোট আকারে বিক্ষোভ প্রদর্শিত হয়, তাতে ব্যাংককের কেন্দ্রীয় অংশকে অন্য দিনগুলোর মত দেখায়।И хотя небольшие демонстрации в некоторых частях города все же были, в целом день был похож на любой другой день в центре Бангкока.
26রেড শার্টদের পদযাত্রাМарш Красных Рубашек
27ব্যবসা ও কর্মকাণ্ডБизнес и активизм
28রেড শার্টদের শোভাযাত্রা সম্বন্ধে টুইটারে যে সমস্ত পোস্ট করা হয়েছে সেগুলো এইসব হ্যাশট্যাগের মাধ্যমে জানতে পারবেন: এগুলো হল #রেডটুইট, #রেডনিউজ, #রেডমব, #রেডমার্চ, #রেডবাফেলো, #স্টুপিডরেড, #রেডটেইল, #রেডশার্ট, #রেডবাফ।Посты на Твиттере о марше Красных Рубашек можно найти по следующим хэштэгам: #redtweet, #rednews, #redmob, #redmarch,#redbuffalo, #stupidred, #redtail, #redshirt, #redbuff. Этот автор рекомендует #redtweet и #redshirt.
29এমনকি যে থাকসিন বিভিন্ন দেশে পালিয়ে পালিয়ে থাকছেন, তারও একটা টুইটার একাউন্ট রয়েছে।Даже у Таксина, который скрывается, есть свой Твиттер аккаунт.
30১২ মার্চের শোভাযাত্রার উপর টুইটারে যে সমস্ত প্রতিক্রিয়া এসেছে এখানে তার কিছু অংশ তুলে দেওয়া হয়েছে।Вот некоторые Твиттер реакции на митинг 12 марта:
31ওয়াইজকাওয়াই শহরের কেন্দ্রীয় এলাকা বানগানায় সেনাবাহিনী বিস্ময়ের সাথে দাঁড়িয়ে রয়েছে।wisekwai Армейские ребята бродят по центральному городу Бангна.
32লাল, সাদা এবং নীল ফিতাধারীরা তাদের আনুগত্য প্রদর্শন করছে।Красные, белые и синие ленточки- чтобы показать свою преданность.
33০৬-এর মত হলুদ জামাধারীদের দেখা যাচ্ছে না।Не желтые, как в '06.
34#রেডশার্ট ব্যাঙ্ককপ্যাস্টার হয়ত আমি অনেক নৈরাশ্যবাদী।#redshirt bangkokpastor Может быть я слишком циничен.
35সারাদেশে প্রচারিত ভিডিওতে যেমনটা দেখা গেছে, রেড শার্টরা মিছিলে অংশগ্রহণকারীদের টাকা দিচ্ছে, তাতে বিস্মিত নই।Не удивлен тем, что по интернету показаны Красные, раздавающие деньги.
36হলুদরাও একই কাজ করেছিল।Желтые делают то же самое.
37এইসব বিষয় নিয়ে ভাববে, কার এত মাথা ব্যথা?Кому какое дело?
38#রেডশার্ট তুলসাথিট “বিক্ষোভকারীদের মিলিত হবার জন্য নির্ধারিত স্থানের প্রত্যেকটি এলাকায় তারা হাজার মানুষের উপস্থিতি আশা করেছিল, কিন্তু প্রত্যেক স্থানে নেতার কেবল কয়েকশ লোককে জড়ো করতে সমর্থ হয়” এক সংবাদ উৎস থেকে এই তথ্য জানা যায়।#redshirt tulsathit: “Они ожидали тысячи людей на каждой точке сбора, но лидерам протеста удалось собрать только сотни на каждом месте”, сказал источник
39রিচার্ড বরো @মাইকেল_এসপি৩৪: আজকের দিনটির কোন মুহূর্তেই আমি কোন হুমকি অনুভব করিনি।Richard Barrow @michael_sp34 Я не чувствовал себя сегодня под угрозой ни на минуту.
40ঘটনা হচ্ছে তারা বেশ বন্ধুভাবাপন্ন ছিল এবং তারা আমাদের তাদের ছবি তুলতে দিচ্ছিল।На самом деле они были в основном дружелюбными и позволяли нам делать их фотографии.
41রিচার্ড বরো: তারা বলছে অনেক # রেডশার্টের পিকআপ এবং বাসের কথা, যেগুলোকে পুলিশ অনুসন্ধান কেন্দ্রে থামানো হয়েছিল এবং এর ভেতরে খোঁজ করা হয়েছিল, যার ফলে সবার আসতে দেরি হয়। EmailRichard Barrow: Они говорят, что многие из # redshirt автобусов в настоящее время остановлены и обыскиваются полицейскими на контрольно-пропускных пунктах, которые их задерживают.
42লিখেছেনMong Palatino
43অনুবাদ করেছেন বিজয়