# | ben | rus |
---|
1 | “সমকামী তরুণ-তরুণীরা সাহসী হয়” এ মতবাদ প্রচারের জন্য সমকামী সাপোর্ট গ্রুপের ওপর রাশিয়ান সরকারের নিষেধাজ্ঞা | Правительство России наказывает группу поддержки ЛГБТ за предположение, что подростки-геи — мужественные люди |
2 | রসকমনাডজর শিশু-৪০৪ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে এই প্রেক্ষিতে যে, সেখানে সমকামিদের ভাল মানুষ বলা হয়েছে। | Роскомнадзор наказывает «Дети-404» за предположение, что геи могут быть хорошими людьми. |
3 | ছবিটি সম্পাদনা করেছেন কেভিন রথরক। | Изображение отредактировано Кевином Ротроком. |
4 | রাশিয়াভিত্তিক”শিশু-৪০৪,” যুক্তরাষ্ট্রের “ইট গেটস বেটার” প্রচারাভিযানের মতই সমকামী কিশোরদের জন্য একটি অনলাইন সাপোর্ট নেটওয়ার্ক যার প্রতিষ্ঠাতা এখন অবৈধভাবে সমকামী প্রচারণার দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন। | Основательница «Дети-404», онлайн-сети поддержки ЛГБТ-подростков в России, похожей на кампанию It Gets Better в США, предстанет перед судом по обвинению в запрещённой «гей-пропаганда». |
5 | লিনা ক্লিমভা প্রথম এ অভিযোগ সম্পর্কে জানতে পারেন গত সপ্তাহে, যখন তদন্তকারীরা তার বাড়ি পরিদর্শন করে এবং ফেডারেল পুলিশ ভবনে তাকে তলব করা হয়। | Елена Климова впервые сообщила о деле [анг] против своей группы на прошлой неделе, после того как следователи посетили её дом, а затем вызвали в здание федеральной полиции. |
6 | ক্লিমভাকে আজ নভেম্বর ১৮ তারিখে, মস্কোতে উপস্থিত হবার জন্য বলা হয়েছিল, কিন্তু সে মস্কো থেকে ১১০০ মেইল দূরে, নিযনি তাগিলে থাকার কারণে উপস্থিত হতে পারেনি। | Климову попросили явится в Москве сегодня, 18 ноября, но она не смогла совершить поездку, так как живет на расстоянии в больше чем 1700 километров, в Нижнем Тагиле. |
7 | শুনানিটি ক্লিমভার বাড়ির কাছে নেবার অনুরোধ পুলিশ প্রত্যাখ্যান করেছে। | Полиция отказалась удовлетворить просьбу Климовой и перенести место рассмотрения дела ближе к её дому. |
8 | ক্লিমভা লাইভজার্নাল টুডেতে এর কিছু অংশলিখেছেন -যা তার মতে, রাষ্ট্রীয় অভিযোগের কিছু অতুলনীয় অংশ। | Сегодня в «Живом Журнале» Климова опубликовала несколько выдержек - по её словам, «самое вкусное» - из обвинений правительства в адрес «Дети-404». |
9 | নিম্নলিখিত ভাষা ক্লিমভা'র সম্প্রদায়ের বিরুদ্ধে রাষ্ট্রীয় অভিযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে: | Далее следуют отрывки из дела против сообщества Климовой: |
10 | শিশু-৪০৪ এ দেখানো বিষয়সমূহ শিশুদের মনে এই ধারনা দিতে পারে যে সমকামী হবার অর্থ একজন সাহসী, সমর্থ, আত্মবিশ্বাসী, ধৈর্যশীল এবং আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হওয়া। | … материалы в целом способны вызвать у детей представление о том, что быть геем - это значит быть человеком мужественным, сильным, уверенным, упорным, с чувством собственного достоинства и самоуважения … |
11 | শিশু-৪০৪ তে করা মন্তব্যসমূহ উন্মুক্তভাবে সেসকল মায়েদের প্রতি নেতিবাচক মনভাব গরে তুলছে যারা তাদের সমকামী বাচ্চাদের তাদের সমকামিতার নিন্দা জানায়। | … данные комментарии открыто выражают негативное отношение к матери, осуждающей подростка-гомосексуалиста .. |
12 | এই সম্প্রদায়ে এই বিষয়ে কোন তথ্য নেই যে, এধরনের যৌন অভিব্যক্তি রাশিয়ান ফেডারেশনের নিয়ম, রীতিনীতি, এবং অনুশীলনের সম্পূর্ণ বাইরে। | … в данном сообществе практически отсутствует информация о том, что данные отношения являются нетрадиционными в понимании норм, обычаев и устоев РФ … |
13 | এই অভিযোগসমূহ গতকাল প্রকাশিত ফেসবুক মন্তব্যের ওপর ভিত্তি করে রাশিয়ান কেন্দ্রীয় সেন্সর করা হয়েছে, যারা শিশু-৪০৪ এর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন যে শিশু-৪০৪ সংখ্যালঘু সমকামী সম্প্রদায়কে অপেশাদার” মানসিক সমর্থন প্রদানের মাধ্যমে বিপদ ডেকে আনছে। | Эти обвинения базируются на комментариях, опубликованных вчера в Facebook российскими федеральными цензорами, которые обвинили «Дети-404» в том, что проект подвергает опасности ЛГБТ-подростков, предоставляя им «дилетантскую» психологическую поддержку. |
14 | রাশিয়ান সরকার মনে হয় এলজিবিটি তরুণদের বলছে যে তারা একে অপরেরে জন্য হুমকি- এধরনের তরুণদের ডাক্তারি সহায়তার প্রয়োজন, ডাক্তাররা তাদেরকে শান্তভাবে ব্যাখ্যা করবে সমকামী হওয়ার মানে ভাল কিছু ছাড়া বাকি সবই। | Кажется, правительство России говорит ЛГБТ-подросткам, что они являются угрозой друг для друга; что им нужно внимание медицинских профессионалов, которые объяснят, что если вы гей, то вы не можете быть мужественным, сильным и вообще хорошим человеком. |
15 | আপনি যদি তরুণ এবং সমকামী হয়ে থাকেন, আপনি আপনার মত অন্যদের কাছ থেকে দূরে থাকবেন। | Если вы молоды и вы гей, вы должны оставаться вдали от таких, как вы. |
16 | আপনার যদি কিছু করতে হয় তবে আপনি ডাক্তারের কাছে যান এবং সঠিক পরিচর্যা গ্রহণ করুন, মর্যাদা ও আত্মসম্মান জাতীয় বিভ্রমের আওতায় পড়ার আগেই। | Если нужно, идите к доктору и получите правильное лечение, пока вам не показалось, что вы имеете чувство собственного достоинства и самоуважения. |
17 | জনসেবামূলক ঘোষণা হিসেবে “ইট গেটস বেটার” এঅর্থে তা কেমন বলুন তো? | Не подходит ли это для ролика It Gets Better? |