# | ben | rus |
---|
1 | ২০১৫ সালে রুশ ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলে কি কি অনুসন্ধান করেছে | Что российские интернет-пользователи искали в Google в 2015 году? |
2 | ২০১৫ সালে এ-৩২১ নামক বিমান ধবংস হওয়ার ঘটনাটি রুশ ইন্টারনেট ব্যবহারকারীরা ইন্টারনেটে সবচেয়ে বেশী অনুসন্ধান করছে। | Авиакатастрофа лайнера А-321 была на первом месте среди запросов россиян в Google в 2015 году. |
3 | স্ক্রিনশট ইউটিউব থেকে নেওয়া। | Скриншот из YouTube. |
4 | বিগত বছরে রাশিয়ার ইন্টারনেট ব্যবহারকারীরা উল্লসিত ছিল ইউরোভিশন এবং হকি নিয়ে। গুগলের ডাটা অনুসারে একই সাথে যে সমস্ত রুশ নাগরিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং এ বছর মিশর ও ফ্রান্সে বেদনাদায়ক ঘটনায় নিহত রুশ নাগরিকদের জন্য দেশটির ইন্টারনেট ব্যবহারকারী নাগরিকেরা ছিল শোকার্ত। | По данным поиска в Google, в этом году российские интернет-пользователи радовались «Евровидению» и хоккею, но также оплакивали ушедших из жизни известных россиян и следили за трагическими событиями в Египте и Франции. |
5 | গুগলের বার্ষিক অনুসন্ধান প্রতিবেদন অনুসারে, রুনেটে রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় অনুসন্ধান বিষয়ে গুগল একটি সার-সংসেক্ষপ পর্যালোচনা তুলে ধরেছে। | В рамках своего ежегодного доклада «Год в поиске» Google опубликовал обзор самых популярных поисковых запросов в Рунете. |
6 | এক সংক্ষিপ্ত ভিডিওতে, গুগল রাশিয়া ২০১৫ সালে রুশ ইন্টারনেটে যে সমস্ত বিষয় নিয়ে সবচেয়ে বেশী অনুসন্ধান হয়েছে তার এক নিবিড় পর্যালোচনা তুলে ধরেছে। | В коротком видео Google Россия показала с высоты птичьего полета наиболее часто запрашиваемые темы в российском секторе интернета в 2015 году. |
7 | একই সাথে গুগল সেরা আলোচিত বিষয়ের এক তালিকা প্রকাশ করছে, বিগত বছরে যে সমস্ত বিষয়ের প্রতি রুশ নাগরিকেরা আগ্রহ প্রকাশ করছে। | Также Google предоставил некоторые диаграммы тех тем, которые вызвали наибольший интерес у российских интернет-пользователей в течение прошлого года. |
8 | এ বছর রাশিয়ার যে সব বিষয় অনুসন্ধানের তালিকায় সবার উপরে অবস্থান করছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে ইউরোভিশন এবং বিশ্ব আইস হকি প্রতিযোগিতা (যে প্রতিযোগিতায় রাশিয়া দ্বিতীয় স্থান লাভ করেছে), একই সাথে সূর্যগ্রহণ এবং ২০১৫ সালের অস্কার অনুষ্ঠানও তালিকায় অর্ন্তভুক্ত ছিল। | В список топ-событий года вошли: «Евровидение», чемпионат мира по хоккею (где Россия завоевала серебро), солнечное затмение и премия Оскар-2015. |
9 | তবে বছর জুড়ে যে সমস্ত ঘটনা সেরা দশের অনুসন্ধানের তালিকায় ছিল, তার মধ্যে বেশ কয়েকটি ছিল বছরের অন্যতম বিয়োগান্তক ঘটনা; এ-৩২১ নামক বিমানের ধবংস হয়ে যাওয়া এবং প্যারিসে সন্ত্রাসবাদী হামলা ছিল এর মধ্যে অন্যতম। | К сожалению, авиакатастрофа самолета А 321 и теракты в Париже также пополнили список. |
10 | রুশ ব্যবহারকারীরা অন্যান্য অনেক বিষয়ের মাঝে আইএসআইএস (ওরফে ইসলামিক স্টেট), লেভিয়াথন ( রুশ চলচ্চিত্র যা গোল্ডেন গ্লোব নামক পুরস্কার জিতেছে) এবং প্রেফর প্যারিস (প্যারিসের জন্য প্রার্থনা) -এর অর্থ জানতে ছিল দারুণ আগ্রহী। | Российским пользователям наиболее любопытно было узнать определения или подробную информацию о таких вещах, как ИГИЛ (также известно как Исламское Государство), «Левиафан» (хит среди российских фильмов, который также выиграл премию «Золотой Глобус») и хэштег #PrayforParis. |
11 | যে সমস্ত ব্যক্তি রুশ নাগরিকদের অনুসন্ধানে তালিকায় সবার উপরে ছিল তাদের কেউ কেউ ২০১৫ সাল বা এই সাল শুরুর কিছুদিন আগে পৃথিবী ত্যাগ করেছে, যাদের মধ্যে অর্ন্তভুক্ত ছিল পপ সঙ্গীত তারকা ঝাননা ফ্রিস্কে, রাজনৈতিক নেতা বোরিস নেমেতসভ, প্রবাদ প্রতীম ব্যালে নৃত্যশিল্পী মায়া পিলিসেতস্কায়া, অভিনেতা লেভ দুরভ এবং চলচ্চিত্র নির্মাতা এলডার রায়াজানোভ। | В список самых популярных личностей также вошли несколько российских знаменитостей, которые ушли из жизни в 2015 году или ранее, в том числе поп-звезда Жанна Фриске, политик Борис Немцов, легенда балета Майя Плисецкая, актер Лев Дуров и режиссер Эльдар Рязанов. |
12 | কিন্তু ইউরোভিশনে অংশগ্রহণকারী ও সুনাম অর্জনকারী রুশ নাগরিক পাওলিনা গাগারিনা রাশিয়ার ইন্টারনেটে সবচেয়ে অনুসন্ধান করা দ্বিতীয় ব্যক্তিতে পরিণত হয়। | Но представитель России на «Евровидении» Полина Гагарина тоже оказалась на пьедестале почёта, в конечном итоге заняв второе место среди самых «разыскиваемых» лиц в России. |
13 | জনপ্রিয় মেমের সেরা অনুসন্ধানের তালিকায় যুক্ত ছিল দি ওয়াকিং ডেড সিরিজের কার্ল মেমে (যা রুশ নাগরিকরা পরম আগ্রহের সাথে দেখেছে), দি “হোয়াট কালার ইস দি ড্রেস” নামক মেমে, এবং অনুবাদ করার খুব কঠিন রুশ “Ничоси” নামক মেমে, যা রাশিয়ার ভিকনোটাকটে নামক সোশ্যাল নেটওয়ার্কে জন্ম নিয়েছে। | В список самых популярных запросов среди мемов в Рунете вошли: мем «Карл» из сериала «Ходячие мертвецы», мем «Какого цвета платье?» и мем «Ничоси», родившийся на просторах российской социальной сети «ВКонтакте». |