Sentence alignment for gv-ben-20091228-8254.xml (html) - gv-rus-20091224-770.xml (html)

#benrus
1উগান্ডা: রাষ্ট্রপতি বলছেন, তিনি পুরুষ সমকামীতা প্রতিরোধ খসড়া আইন স্থগিত করবেনУганда: Президент говорит, что он блокирует антигомосексуальный закон
2উগান্ডার প্রস্তাবিত সমকামীতা প্রতিরোধ খসড়া আইন ২০০৯ এখনো দেশটির সংসদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
3কিন্তু দেশটির ডেইলি মনিটর নামক সংবাদপত্র বৃহস্পতিবারের এক সংবাদে জানায়, রাষ্ট্রপতি ইয়োরি মুসেভেনি “যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিশ্চিত করেছেন, তিনি এই বিল বা খসড়া আইনটিকে আটকে দেবেন”:
4নভেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের যেখানে উগান্ডার প্রতিনিধিরা অবস্থান গ্রহণ করেছে তার সামনে এক্টিভিস্টরা এই খসড়া আইনের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করেছে। ছবি ফ্লিকারের রিকহ্যাভোকের সৌজন্যে পাওয়া।Пока ожидается окончательное решение Парламента Уганды по предложенному Антигомосексуальному Закону 2009, газета Daily Monitor сообщила в среду, что Президент Йовери Мусевени «заверил Госдепартамент США в своем намерении блокировать законопроект»:
5রাষ্ট্রপতি মুসেভেনি আমেরিকার সরকারকে নিশ্চিত করেছেন যে তিনি পশ্চিম এন্ডোরওয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ডেভিড বাহাতির এই প্রস্তাবিত পুরুষ সমকামীতা প্রতিরোধ বিল বা খসড়া আইনটিকে তিনি আইনে পরিণত করতে বাঁধা দিবেন।Как сообщают, Президент Мусевени заверил американские власти в том, что он наложит вето на предложенный Девидом Бахати антигомосексуальный законопроект - позиция, которая противоречит его недавней установке и заявлению официальных лиц в его правительстве.
6তার এই বক্তব্য, তার সাম্প্রতিক অবস্থান এবং সরকারের দেওয়া বিবৃতির বিপরীত ধারণা প্রদান করে।Активисты возле Миссии Уганды в ООН, Нью Йорк, ноябрь. Фото riekhavoc с Flickr
7ব্লগার গে উগান্ডা দেশটির সরকারের বিতর্কিত অবস্থান গ্রহণের দিক সম্বন্ধে নির্দেশ করছে। সরকার পশ্চিমের কাছে এক আর উগান্ডাবাসীদের কাছে আরেক রকম বার্তা প্রদান করছে:Блоггер Gay Uganda указывает на противоречия между посланиями Правительства Уганды для Запада и для самих граждан Уганды:
8যে কেউ স্মরণ করতে পারে এমন এক প্রবন্ধের কথা যেখানে উগান্ডার রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে নিশ্চয়তা প্রদান করেছিল যে, এই বিলটি আইনে পরিণত হবে না।Вы помните статью о том, что Президент подтвердил Госдепартаменту Америки, что билль не станет законом?
9হ্যাঁ, সে যুক্তরাষ্ট্রের সরকারে কাছে এ রকম কথা বলেছে।Это он говорит американцам.
10আর উগান্ডা সরকার উগান্ডাবাসীদের কাছে আরেক রকম বক্তব্য প্রদান করেছে।А это правительство говорит гражданам Уганды.
11মন্ত্রীরা বলছেন, সরকারের পুরুষ সমকামীতার বিপক্ষে অবস্থান বজায় রয়েছে, বৃহস্পতিবারে প্রকাশিত এক বিবৃতিতে সরকারের পররাষ্ট্র মন্ত্রী সাম কুটেসা জানান, সরকার সমকামীতার প্রচারণা পছন্দ করে না, “ যেমন আমরা পতিতাবৃত্তি বিষয়ে কোন প্রচারণা পছন্দ করি না”।Министер Иностранных Дел Сам Кутеса заявил вчера, что правительство не поддерживает гомосексуальность так же, как оно «не может поддерживать и проституцию».
12আফ্রোগে ধারণা করছে যে, উগান্ডা সরকার বিশ্বাস করে, তারা এই বিল বা খসড়া আইন নিয়ে পার হয়ে যেতে পারবে, কারণ বিশ্বের নেতাদের মাথায় এর বাইরে আরো অনেক বিষয় ঘুরপাক খাচ্ছে: ১৯৯৯ সালে মুসেভেনি নিজেই পুরুষ সমকামীদের গ্রেফতার করা এবং তাদের জেলে পাঠানোর আদেশ প্রদান করেন।AfroGay полагает, что правительство Уганды надеялось на то, что ситуация с законопроектом сойдет на нет сама по себе, так как у мировых лидеров есть заботы и поважнее:
13এই আইন পরিষ্কার ভাবে এক অসৎ উদ্দেশ্য তৈরি করা হয়েছিল [সেবার দাতাগোষ্ঠী এই বিষয়ে হস্তক্ষেপ করে, এবং মুসেভেনি দ্রুত এই গ্রেফতারের বিষয় থেকে সরে আসে]। এমইউ৭ ভেবেছিল যে বাহাতির তৈরি করা এই বিল বা খসড়া আইন এই সময়ের একটি ভিন্ন বিষয়।Еще в 1999г., когда Мусевени сам приказал арестовать и посадить в тюрьму геев, была видна жестоко продуманная цель [снова вмешались доноры и быстро заставили Мусевени отступить].
14এখন ওবামা তালেবানদের পেছনে লেগে রয়েছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী এক খোঁড়া হাঁস এবং বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে চীনের মত কোন দেশ ছাড়া এমন কেউ নেই যে আফ্রিকার ঘটনাবলীকে গুরুত্বের সাথে গ্রহণ করবে।И сейчас полагалось, что Законопроект Бахати останется в стороне, потому что Обама поглощен проблемами с Талибаном, Гордон Браун - неудачник, и никто, кроме барракуд, не воспринимает Африку так же серьезно, как Китай.
15কিন্তু সত্য ঘটনা হচ্ছে ওবামা এবং ইউরোপ উগান্ডার বিষয়টি গুরুত্বের সাথে নেবে, কারণ অন্যদের তুলনায় উগান্ডা এক সহজ শিকার।Но Обама и Европа будут рады взяться за Уганду, так как это более легкая задача по сравнению с Китаем.
16যেমন উদাহরণ হিসেবে বলা যায় চীনের কথা। হিলারি ক্লিনটন বলেছেন যে অন্য এক দিন চীনকে ধরা হবে, কারণ তিনি চীনকে সে ভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না, যে ভাবে তৃতীয় বিশ্বের দেশগুলোকে তিনি নিয়ন্ত্রণ করে।Хиллари Клинтон сказала недавно, что с Китаем не обращаются как со страной третьего мира, и таким образом она косвенно указала, где в неофициальной иерархии находится Уганда.
17এই ভাবেই তার মত করে সে পরোক্ষভাবে নির্দেশ করছে কর্তৃত্ব দেখানোর বেলায় উগান্ডাকে তিনি কোথায় রাখছেন।
18আরেকটি পোস্টে পর্দার পেছনে কি ঘটতে পারে সেই বিষয় নিয়ে আফ্রোগে আলোচনা করছে:В другой статье AfroGay обсуждает то, что может происходить за кулисами:
19কাজেই, এমনকি যদিও তারা ইচ্ছাকৃতভাবে এই বিষয়ে এক অস্পষ্ট অবস্থান তৈরি করেছে, তারপরেও এই খসড়া আইন বা বিল নিয়ে সরকারের এক নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে।Итак, даже если они осознанно неопределенно действуют в этом вопросе, у правительства есть мнение о законопроекте.
20এটি হল এই যে এই খসড়া আইন আন্তর্জাতিক অবস্থান ও দান হিসেবে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বিপদ বয়ে আনবে। আলোড়ন এখনো শেষ হয় নি।И их мнение заключается в том, что это ужасно для их международной репутации и финансирования.
21বাহাতি যে মনোযোগ লাভ করেছেন তার ফলে সে বেশ সাহসী হয়ে উঠেছে।Общественное волнение еще не закончено.
22এবং তিনি পরিষ্কার ভাবে উন্মোচন করছেন তার এই ১৫ মিনিটের খ্যাতির বিষয়টি।Бахати ободрило полученное внимание, и он определенно наслаждается своей пятнадцатиминутной славой.
23কাজেই সে খুব সহজে বিষয়টি ছেড়ে দেবে না।Возможно, он не отступит так легко.
24কিন্তু তার হাতে হাত রেখে সরকার এগিয়ে যাবে।Но правительство выкрутит ему руки.
25বাহাতির সংসদীয় এলাকায় একটা নতুন ক্লিনিক বা চিকিৎসালয় খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এন্ডোরওয়ার জনগণকে এটা সেটা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে।Опасайтесь новых клиник в избирательных округах Бахати, обещаний этого и даже обещания прямого финансирования его кампании за переизбрание.
26এমনকি পুনরায় নির্বাচন করার ক্ষেত্রে বাহাতিকে সরাসরি অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে।Чего Мусевени хочет в Уганде, то он получает.
27মুসেভেনি উগান্ডায় যা চান, তিনি তা পান এবং আমি ধারণা করি এই খসড়া আইনকে যখন সংসদে উপস্থাপন করা হবে, তখন সেটি তার আগের ঘটনার মতই ছায়া হয়ে রইবে- যদি, আদৌ তা উপস্থাপন করা হয়।Я предсказываю, что ко времени, когда законопроект попадет в Парламент, если он вообще туда попадет, он будет уже лишь тенью самого себя.