Sentence alignment for gv-ben-20141217-46272.xml (html) - gv-rus-20141224-33219.xml (html)

#benrus
1আগামীর রাশিয়ার জন্য কি কেবল খালি তাকগুলো অপেক্ষা করছে?Россию ждут пустые полки?
2আগামীর রাশিয়ায় কেনাকাটা?Пойдут ли россияне завтра за покупками?
3ছবি সম্পাদনা কেভিন রুথরক-এর।Изображение отредактировано Кевином Ротроком.
4বোরিস ইয়েলৎসিনের শাসনকাল থেকে শুরু হবার পর রাশিয়া এখন তার সবচেয়ে বড় মুদ্রা সঙ্কটের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে, দৃশ্যত এতে রুশ ক্রেতারা দোকানের দিকে দৌড়াচ্ছে, যেন সেখানে যা পাওয়া যায়, তাই কিনে নেওয়া যায়।В то время как Россия испытывает самый жесткий валютный кризис со времен Бориса Ельцина, ее граждане совершают настоящий наплыв на магазины, покупая все, что смогут.
5১৭ ডিসেম্বর তারিখ মস্কো সময় রাত দুটোয় লাইভজার্নালে ফটোব্লগার ইলিয়া ভারলামোভ সংবাদ প্রদান করেছে যে মস্কোর শহর জুড়ে নাগরিকরা স্টোরের সামনে লাইন দিয়েছে,তারা দোকানের সব তাক খালি করে জিনিসপত্র কিনে নিচ্ছে এই ভয়ে, যদি কর্মদিবসের শুরুতে রুবেলের আরো দর পতনে পণ্যের দাম আরো বেড়ে যায়।17 декабря, в два часа ночи по московскому времени, фотоблогер Илья Варламов написал в «Живом Журнале» о повсеместных очередях в магазины Москвы: люди покупают все, что имеет наибольшую вероятность вырасти в цене, если рубль продолжит падение в начале рабочего дня.
6যে ভাবে পারছে রুশ নাগরিকরা তাদের নিজেদের পকেট থেকে রুবেল ঝড়ে ফেলছে-হয় তারা ডলার বা ইউরোর বিনিময়ে রুবেল বিক্রি করছে, অথবা ইলেকট্রনিক, নিত্য পণ্য অথবা পোষাক কিনে রুবেল শেষ করছে।Россияне хотят потратить свои рубли любым способом - меняя их на доллары и евро или покупая электронику, одежду и продукты длительного хранения.
7মনে হচ্ছে সাধারণ রুশ নাগরিকরা পুরোপুরি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে,এবং স্বাভাবিক ভাবে তারা এই সামগ্রিক মন্দার বিষয়টি ইনস্টাগ্রাম এবং টুইটারে নথিবদ্ধ করছে।Жители России, по-настоящему охваченные паникой, публикуют произошедшее в Instagram и Twitter, с тегами наподобие #кризис и #ЧерныйВторник.
8এই কাজে তারা #кризис (সঙ্কট) এবং #ЧерныйВторник (কৃষ্ণ মঙ্গলবার) হ্যাশট্যাগ ব্যবহার করেছে।Рубль падает, а интернет-активность в российском сегменте возрастает.
9রুবেলের ক্রমশ দর পতন ঘটছে, কিন্তু এই নিয়ে রাশিয়ার ইন্টারনেট কার্যক্রম প্রচণ্ড গতিতে বাড়ছে।
10ভারলামভ লিখেছে:Варламов пишет:
11আপনি হয়ত এখন ঘুমোচ্ছেন, কিন্তু কালকে সকালে উঠে দেখবেন অনেক দোকানের তাক খালি।Вы спите, а завтра с утра во многих магазинах будут пустые полки.
12এদিকে অনেকে মুদ্রা বিনিময় করার জন্য ছুটছে, যারা একই সাথে ডলার কিংবা ইউরো কিনছে, অন্যরা ঝড়ের গতিতে দোকানে ছুটছে।Пока одни бегут в обменные пункты скупать валюту, другие штурмуют магазины.
13যে সব পণ্যের গায়ে লেখা দাম এখন আকাশ ছোঁয়নি (মূলত ইলেকট্রনিক্সের পণ্য, নিত্যপণ্য এবং পোষাক) এমন যে কোন পণ্য তারা ছো মেরে নিয়ে নিচ্ছে।Берут все, что не успело подорожать, в основном, конечно, технику, продукты, одежду.
14নাগরিকরা দ্রুত তাদের কাছে থাকা রুবেল খরচ করে ফেলছে।Люди спешат избавиться от рублей.
15যে সমস্ত দোকান সপ্তাহে ২৪ ঘণ্টা খোলা থাকে, সে সমস্ত দোকানের সামনে সারা রাত লম্বা লাইন ছিল।В круглосуточных магазинах прямо сейчас стоят огромные очереди.
16নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় খানিকটা ভয় জাগানিয়া ছবি প্রকাশ করছে।Немного шокирующие фотографии сейчас люди публикуют в соцсетях.
17অন্য মুদ্রার তুলনায় খুব দ্রুত রুবেলের দর পতন ঘটার কারণে, এক সপ্তাহের মধ্যে রাশিয়া বিশ্বের এক অন্যতম কেনাকাটার স্থানে পরিণত হয়।Из-за резкого снижения стоимости рубля по отношению к другим валютам Россия в считаные недели превратилась в центр мирового шопинга.
18যে সমস্ত কোম্পানি ক্রেডিট কার্ড সরবরাহ করে তারা রুশ দোকানগুলোয় বিদেশীদের প্রচুর পরিমাণ লেনদেন চিহ্নিত করেছে এবং রুশ খুচরা বিক্রেতারা নিজেদের মধ্যে প্রচুর বিদেশী ক্রেতা নিয়ে কথা বলছে।Процессинговые компании фиксируют рост транзакций по банковским картам нерезидентов в российских магазинах, да и сами ретейлеры говорят о притоке покупателей-иностранцев.
19ভারলামভ উল্লেখিত ইনস্টাগ্রামের কিছু ছবি রুনেট ইকো সংগ্রহ করেছে, তারা সেগুলোর শিরোনাম রুশ থেকে ইংরেজীতে অনুবাদ করেছে।«Эхо Рунета» собрало несколько фотографий, выделенных Варламовым в Instagram.
20A photo posted by Olga (@tishkina07) on Dec 12, 2014 at 1:02pm PST#Икеа#очередь#ажиотаж#всескупают
21মস্কোয়, আইকার মেগা বেলাইয়া ডাচা শপিং মল A photo posted by Arkadiy (@arkadiymo) on Dec 12, 2014 at 1:47pm PSTA photo posted by Olga (@tishkina07) on Dec 16, 2014 at 1:02pm PST
22আহাহা, এটা আমার প্রিয় ননস্টিকি ফ্রায়িং প্যান!Ахаха, это моя новая любимая тефлоновая сковородка!
23আজকে দিনের কাজ শেষে এটা কেনার জন্য এমভিডিওর সামনে দুই ঘণ্টা ধরে এক লাইনে, এবং এখনো দাঁড়িয়ে।Сегодня после работы отстоял двухчасовую очередь в М.Видео, чтобы ее купить.
24সেখানে এক উন্মাদনা বিরাজ করছে!Там такой дикий ажиотаж!
25নাগরিকরা এই বিষয়টি ভালভাবে উপলব্ধি করতে পেরেছে যে রুবেলের দামের পতনের কারণে আগামীকাল সকালে দাম বেড়ে তা, দুই থেকে তিন গুণে দাঁড়াবে ।Народ, прекрасно понимая, что из-за грехопадения рубля буквально завтра утром цены взлетят вверх в два, а то и три раза, раскупает телевизоры и другую крупногабаритную бытовую технику, как горячие пирожки.
26কাজেই তারা টিভি এবং অন্যান্য ইলেকট্রেনিক্স পণ্য সামগ্রী কিনছে A photo posted by Первая ДВЕРНАЯ ФАБРИКА (@roman_dveri) on Dec 12, 2014 at 11:28am PST#ЭкономическийКризис #ОбвалРубля #Ад #ЧерныйВторник #ЕвроСтоРублей #EconomicDepression #BlackTuesday #МВидео #Евро100 #Доллар80 #Очередь #Шоппинг #Shopping #Ахаха #Ahaha
27#সঙ্কট #অচল #এমভিডিও #ক্রেজিপ্যান্টস #এইহচ্ছেরাশিয়া #ডলার #শপিং #লাইন #অর্থনৈতিকঅবরোধ #ইউরো #খালিতাকA photo posted by Arkadiy (@arkadiymo) on Dec 16, 2014 at 1:47pm PST
28A photo posted by Первая ДВЕРНАЯ ФАБРИКА (@roman_dveri) on Dec 12, 2014 at 11:27am PST#кризис #дефолт #мвидео #дурдом #этороссия #доллар #шопинг #очередь #санкции #евро #пустыеполки #авыкупили
29#সঙ্কট #অচল #এমভিডিও #ক্রেজিপ্যান্টস #এইহচ্ছেরাশিয়া #ডলার #শপিং #লাইন #অর্থনৈতিকঅবরোধ #ইউরোA photo posted by Первая ДВЕРНАЯ ФАБРИКА (@roman_dveri) on Dec 16, 2014 at 11:28am PST
30A photo posted by Александра (@aleksandranosevich) on Dec 12, 2014 at 10:04am PST#кризис #дефолт #мвидео #дурдом #этороссия #доллар #шопинг #очередь #санкции #евро
31আর এখান থেকে আপনি বুঝতে পাবেন না এই লাইনের শেষ কোথায়, লাইনটি ডানে বেঁকে সড়ক দ্বীপের দিকে গিয়েছে।A photo posted by Первая ДВЕРНАЯ ФАБРИКА (@roman_dveri) on Dec 16, 2014 at 11:27am PST
32A photo posted by Anastasia Zavertyaeva (@smailik_n) on Dec 12, 2014 at 11:18am PST#очередь
33এমভিডিওতে অবিশ্বাস্য ঘটনা ঘটছে, যদি কারো কাছে ডলার না থাকে তাহলে সে ইলেকট্রনিক্সের পণ্য সামগ্রী কিনছে।A photo posted by Александра (@aleksandranosevich) on Dec 16, 2014 at 10:04am PST http://instagram.com/p/wrdfRXKRZf/
34Сегодня я снова не подготовилась с едой вне дома, тк даже представить себе не могла, что проведу днем в понедельник в Икее 5 часов, и это еще беременная подруга скостила очередь на доставку на 1,5 часа утром кашу и сейчас рис.
35A photo posted by Кулинарный Блог ПП (@olga.lifestyle) on Dec 12, 2014 at 8:25am PST#икея #понедельник #пп #дневникпитания #очередь #народвпанике #рубльничто
36…এমনকি আমি কল্পনাও করিনি যে সোমবার বিকেলে আমি আইকার কোন স্টোরে ৫ ঘণ্টা কাটাবো…A photo posted by Кулинарный Блог ПП (@olga.lifestyle) on Dec 15, 2014 at 8:25am PST
37A photo posted by @stilet_designer on Dec 12, 2014 at 1:45pm PSTРешили съездить в #ikea
38আমরা আইকা স্টোরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। A photo posted by @shy4ka_krashennaya on Dec 12, 2014 at 12:37pm PSTA photo posted by @stilet_designer on Dec 16, 2014 at 1:45pm PST
39অর্থনৈতিক অবরোধ কি সকলকে আতঙ্কিত করেছে?Санкции напугали всех?
40নাকি এটা এমনই এক কেনাকাটা।Теперь подарки на Новый Год такие дарят?
41নতুন বছরের উপহার কেনার জন্য এখন মানুষ যে রকম কেনাকাটা করে?#рыбныйстол #тцтройка #ашан #подаркинановыйгод #последствиясанкций
42যারা, দোকানের সামনে লম্বা লাইন এমন ছবি প্রদর্শন করেছে, রাশিয়ার কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারী তাদের সমালোচনা করেছে, তার বলছে এটা রাশিয়ার সঙ্কট-কে অতিরঞ্জিত রূপে প্রদর্শন করা।A photo posted by @shy4ka_krashennaya on Dec 15, 2014 at 12:37pm PST Многие в интернете высказались против публикации подобных фото, которые только обостряют российский кризис.
43যেমন একজন লাইফজার্নাল ব্যবহারকারী বলছে যে নাগরিকদের মাঝে আতঙ্ক ছড়ানোর আরেকটা প্রচেষ্টা মাত্র: আমি জানি না সংবাদটি আসলে কিসের।Один из пользователей «Живого Журнала», например, сказал что это всего лишь попытка посеять панику среди людей:
44এটা ১৭ ডিসেম্বর, আর বিগত কয়েক বছর ধরে দোকানের সামনে উন্মাদ লোকেরা লাইন ধরে এবং শপিং মলের আশেপাশে ট্রাফিক জ্যাম বাঁধায়, নববর্ষের শুরুর আগে যে উন্মাদনা এটি তার এক স্বাভাবিক দৃশ্য।не понимаю в чем новость вообще. на календаре 17 декабря, последние годы эти очереди с безумцами в магазинах и пробки вокруг торговых центров - обычное дело для предновогодней истерии.
45ছুটির সময় উপহার প্রদানের জন্য কেনাকাটার কারণে তৈরী হওয়া চাপ অথবা ইনস্টাগ্রামের প্ররোচনায় তৈরী হওয়ায় আতঙ্ক, সে যাই হোক না কেন, রুবেলের ক্রয় ক্ষমতা ক্রমশ কমে আসতে থাকার বিষয়টি রাশিয়ার ক্রেতারা যে উপলব্ধি করতে পেরেছে সে বিষয়টি অস্বীকার করা যায় না।Даже не смотря на предпраздничный хаос и панику, вызванную через Instagram, трудно отрицать, что российские потребители единодушны во мнении, что покупательная способность рубля падает.
46তারা দ্রুত ডলার, ইউরো, ভ্যাকুয়াম ক্লিনার, জ্যাকেট, খাবার এবং কে জানে কোন জিনিসে তাদের মুদ্রা বিনিয়োগ করছে, যা দেখাচ্ছে যে দেশের অর্থনীতির প্রতি নাগরিকদের উল্লেখযোগ্য পরিমাণ কম আত্মবিশ্বাস-আর সেই আত্মবিশ্বাস এতটাই কমে এসেছে যে তা এমনকি মঙ্গলবার রাতেও নাগরিকদের আইকার স্টোরের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য করছে।Спешка инвестировать рубли в иностранную валюту, потратить их на пылесосы, куртки, еду, и бог знает что еще - все это говорит о крайне низкой уверенности в экономике страны - настолько низкой, что люди готовы во вторник ночью стоять несколько часов в очереди в Икеа.