Sentence alignment for gv-ben-20121206-33285.xml (html) - gv-rus-20121214-20383.xml (html)

#benrus
1জাপানের পথের শিল্পকলা ‘দায়দোগি'তে মুগ্ধУличное искусство Японии
2“দায়দোগি” জাপানের এক ধরনের পথ-প্রদর্শনী। “দায়দো” মানে বড় রাস্তা আর “গি” মানে দক্ষতার প্রদর্শনী।Япония обладает уникальной культурой красочных уличных представлений, или Daidougei.
3পরিহাসের বিষয়, জাপানের রাস্তার ট্রাফিক আইন [জাপানী ভাষায়] এবং স্থানীয় কর্তৃপক্ষের বিধি-নিষেধের কারণে এটি মুক্তভাবে রাস্তায় প্রদর্শন করা যায় না।Однако, согласно закону о дорожном движении [яп] и постановлениям локальных властей, любой актер, желающий выступать на улицах страны, должен сначала получить на это соответствующее разрешение.
4দায়দোগি প্রদর্শনের জন্যে বিশেষ অনুমতির দরকার হয়।Различные организации и инициативные группы создали ряд проектов, чтобы поддержать искусство уличных представлений.
5সম্প্রতি রাস্তায় প্রদর্শনের জন্যে বিভিন্ন ধারণা প্রবর্তন করা হয়েছে; টোকিও মেট্রোপলিটন সরকার অভিনেতাদের রাস্তায় প্রদর্শনীর জন্যে সরকার অনুমোদিত একটি লাইসেন্স প্রদানের একটি কর্মসূচী [জাপানী ভাষায়] তৈরি করেছে।Администрация Токио внедрила специальный механизм [яп] выдачи государственных лицензий артистам, желающим выступать на улицах. В префектуре Канагава добровольцы два раза в год устраивают Фестиваль уличного искусства [яп], чтобы возродить всеобщий интерес к данной традиции.
6কানাগাওয়া রাজ্যে স্বেচ্ছাসেবীরা রাস্তার প্রদর্শনী [জাপানী ভাষায়] ব্যবহার করে এলাকাটিকে পুনরুজ্জীবিত করার জন্যে বছরে দু'বার “নোগে-দায়দোগি উৎসব” আয়োজন করছে।Однако многие считают, что таких мер недостаточно. Когда уличного артиста Thankyou Tezuka спросили, что больше всего мешает ему практиковать свое ремесло, он ответил [яп]: “То, что закон запрещает нам свободно выступать на улицах”.
7তবে অনেকেই বলছে যে এই পদ্ধতিটি যথেষ্ট নয়।Блогер Taiki [яп] пишет о последствиях подобных ограничений:
8তার অভিজ্ঞতায় কোন জিনিসটি বেশি কঠিন একথা জিজ্ঞেস করা হলে ধন্যবাদ তেজুকা উত্তর দিয়েছেন: “এটা (কঠিন) যে রাস্তার ট্রাফিক আইন, বিধি-বিধান ইত্যাদি অনুসারে আমাদের এটা রাস্তায় মুক্তভাবে প্রদর্শন করার অনুমতি নেই।”Хотя Япония богата превосходными артистами, благодатной почвы, “климата” для уличных представлений в стране, увы, не наблюдается. Из-за этого артисты часто уезжают за границу в поисках лучших условий.
9[জাপানী ভাষায়]Они еще считаются везучими.
10একজন ব্লগার তায়কি [জাপানী ভাষায়] রাস্তায় প্রদর্শনের আইনগত সীমাবদ্ধতা সম্পর্কে লিখেছেন:Те же артисты, которые не могут уехать, часто бывают вынуждены бросить свое ремесло из-за финансовых сложностей.
11জাপানে বহু বাঘা বাঘা শিল্পী থাকা সত্ত্বেও রাস্তায় প্রদর্শনের পরিবেশ, “স্থান”, “আবহাওয়া” এবং “সংস্কৃতি” দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়নি।Художник-любитель Акира был просто очарован искусством уличных представлений и многие годы собирал их фотографии.
12এরকম একটি পরিবেশের অনুসন্ধানের জন্যে তারা প্রায়ই বিদেশে যায়। যেসব শিল্পীরা বিদেশে যেতে পারেন তারাই ভাল থাকেন।Своей коллекции он посвятил блог с ироничным названием “Здесь только фото уличных представлений.
13অন্যরা আর্থিক কষ্টের কারণে তাদের ক্ষমতার উপর ন্যায়বিচার না করে হয়তো অবসর গ্রহণে বাধ্য হন।Почему я так на них помешан - сам не пойму”[яп]
14একজন অপেশাদার আলোকচিত্রী রাস্তায় দায়দোগি প্রদর্শন দক্ষতায় আকৃষ্ট হয়ে এর ছবি তুলে বছরের পর বছর অতিবাহিত করেছেন।Акира рассказал, что впервые он заинтересовался данным видом искусства, когда увидел выступление уличного актера “Gilyak Amagasaki” [яп]:
15তার ব্লগের শিরোনাম “আমি শুধু দায়দোগি'র ছবি তুলেছি, আমি নিজেই জানি না আমি কেন এতটা আবিস্ট” [জাপানী ভাষায়]।“Gilyak Amagasaki” - актер, способный выразить страсть, энергию и грусть с помощью танца.
16তিনি বর্ণনা করেছেন যে শিল্পী “গিলিয়াক আমাগাসাকি“র [জাপানী ভাষায়] সঙ্গে তার সাক্ষাতের পর থেকেই তিনি দায়দোগি'র ছবি তুলতে শুরু করেছেন।Я однажды наблюдал, как он танцует на заснеженной улице, и с того случая начал постоянно фотографировать различных уличных артистов.
17নাচের মাধ্যমে উচ্ছ্বাস, শক্তি এবং দু:খ ফুটিয়ে তুলতে পারেন এমন একজন শিল্পী “গিলিয়াক আমাগাসাকি।”Я странствовал вместе с ними и даже сопровождал их в зону разрушений, оставленную землетрясением в Кобе в 1995 году.
18আমি তাকে একটি তুষারময় রাস্তায় নাচতে দেখেছি এবং সেখানে থেকেই আমি বিভিন্ন শিল্পীর ছবি তুলতে শুরু করি।Их образ жизни и мировоззрение не перестает меня вдохновлять.
19আমি তাদের সঙ্গে ভ্রমণ করতাম এবং ১৯৯৫ সালের মহা হানশিন ভূমিকম্প পরবর্তী সময়ে তাদের সঙ্গে দুর্গত এলাকাতেও গিয়েছিলাম।Ниже представлен ряд ярких и эмоциональных фотографий, сделанных Акирой. (Использовано с разрешения автора)
20তার জীবন এবং চিন্তাধারা আমাকে সত্যি্কারভাবেই অনুপ্রাণিত করেছে।“Gilyak Amagasaki” выступает в районе Америкамура в Осаке
21তিনি আমার গুরু।“GchocoMarble” на мероприятии “Приходите!
22প্রদর্শনকারী শিল্পীদের প্রতি তার সহানুভূতি বিজড়িত ছবিগুলো এখানে দেয়া হলো।Уличное искусство для всех!”
23(আকিরার অনুমতি নিয়ে ছবিগুলো ব্যবহৃত।)в районе Икебукуро (Токио)
24এমেরিকামুরা এলাকার নাম্বা'র “ওসাকা প্রদর্শনী”তে “গিলিয়াক আমাগাসাকি”“Meriko” на фестивале храма Сугияма в г.
25“আসুন তাড়াতাড়ি!Кавасаки
26ইকেবুকুরো'র সবার জন্যে দায়দোগি”-তে “জিচকোমার্বেল”“Daichi” выступает на мероприятии, посвященном уличному искусству в районе Очаномидзу (Токио)
27কাওয়াসাকির সুগিয়ামা আশ্রম উৎসবে “মেরিকো”“HANAMERI” на Фестивале искусств в г. Тоёхаси
28“ওচানোমিজু শিল্প পিকনিকে রাস্তার কোনার শিল্পকলা”-তে “দাইচি”“Thankyou Tezuka” на Фестивале уличного искусства в Чибе, 2012 г.
29“টয়োহাসি শিল্পকলা উৎসব”-এ “হানামেরি”“Taiheiyou” на фестивале уличного искусства в квартале Асакуса (Токио)
30“২০১২ সালের চিবা দায়দোগি উৎসব”-এ “ধন্যবাদ তেজুকা” “আসাকুসা রোক্কু দায়দোগি উৎসব”-এ “তায়হেইউ”Другие фотографии, сделанные Акирой, можно посмотреть в его фотоальбоме на Фейсбуке [яп].
31আকিরা'র ফেসবুক ছবির অ্যালবামে [জাপানী ভাষায়] আপনি আরো ছবি পেতে পারেন।Сам он объясняет свою мотивацию при создании этих фотографий [яп] следующим образом:
32অ্যালবামটি তৈরী করার তিনি এই ব্যাখ্যা দিয়েছেন [জাপানী ভাষায়]: আমি আশা করি আমার ছবিগুলো জনগণকে দায়দোগি দেখতে আসতে উৎসাহী করবে।Я надеюсь, что посмотрев на мои фотографии, люди захотят выйти на улицу и увидеть выступления уличных актеров вживую.
33তাদেরকে এরকম একটি সুযোগ দিতে পারলে আমি খুশি হবো। তার আশা কী আপনার কাছে পৌঁছাতে পেরেছে?И я был бы очень счастлив, если бы у всех них оставалась такая возможность.