Sentence alignment for gv-ben-20110731-19070.xml (html) - gv-rus-20110731-4981.xml (html)

#benrus
1কলম্বিয়া: নাচুনে পুলিশ ফুটবল খেলোয়াড়দের স্বাগত জানালКолумбия: танцующие полицейские встречают футболистов
2কলম্বিয়ার শহর মেডেলিনে একদল পুলিশ কর্মকর্তা বিমান বন্দরে আগত ফুটবল খেলোয়াড়দের স্বাগত জানায়, এই স্বাগত জানানোর প্রক্রিয়া অতিথিদের ভালো এক ধারণা প্রদান করেছে।В Колумбийском городе Меделлин полицейские встречали футболистов в аэропорту, что понравилось гостям страны, однако, вызвало сомнения некоторых местных жителей.
3অন্যদিকে স্থানীয়রা এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তা ব্যক্ত করেছে। কলম্বিয়ার মেডেলিন নামক শহরটি এবারের অনুর্ধ-২০ নামক ফুটবল বিশ্বকাপের অন্যতম এক আয়োজক শহর , এবং বৃটিশ ফুটবল সংস্থা (এফ এ) একটি ভিডিও পোস্ট করেছে যা দেখাচ্ছে , কি ভাবে এই শহর ইংল্যান্ডের অনুর্ধ-২০ দলের ফুটবলারদের স্বাগতম জানাচ্ছে, যে পোস্টের শিরোনাম ‘ কলম্বিয়ার এক উন্মাদনা ভরা স্বাগতম ‘।В городе Меделлин проходит Мировой кубок FIFA U-20, и видеозапись теплого приема, оказанного жителями города молодым футболистам Англии, была опубликована на сайте Футбольной ассоциаций Англии (ФА) под заголовком “Сумасшедшее приветствие колумбийцев”.
4এফএ-এর ভিডিওর স্ক্রিনশটСкриншот из видео ФА
5ইংল্যান্ডের অনুর্ধ-২০ ফুটবল দলের খেলোয়াড়রা মেডেলিন বিমানবন্দরে নামার সাথে সাথে এক ছন্দ খুঁজে পায়, যখন তারা অবিষ্কার করে যে, কলম্বিয়ার স্থানীয় পুলিশ বাহিনী তাদের এক অভাবনীয় প্রথায় স্বাগত জানাচ্ছে।Команда Англия 20 была встречена в аэропорту Меделлина неожиданным приветствием колубийской полиции. Марксепункс, житель Меделлина, кажется, не одобряет действий полиции:
6মার্ক্সইপুনেক্স, যে কিনা মেডেলিনে বাস করে [স্প্যানিশ ভাষায়], পুলিশ যে কাজে গুরুত্ব প্রদান করেছে তার সাথে সে একমত নয়:Еще вчера я читал, что в центре Меделлина, где повысилось количество краж, не хватало дополнительных отрядов полиции.
7কেবল গতকাল আমি পাঠ করলাম যে মেডেলিনের উপকণ্ঠে বাড়তি পুলিশ মজুত ছিল না, যেখানে ইদানিং ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে।Это происходит именно потому, что полиция была поглощена работой в комитете по “НЕОЖИДАННОМУ” приветствию.
8কারণ পুলিশ এখন এই উন্মাদনা ভরা স্বাগত জানানোর কমিটিতে, তাদের কাজের প্রক্রিয়া নিয়ে ভয়াবহ ব্যস্ত ছিল। এছাড়াও আর্জেন্টিনা থেকে বিশ্বকাপের সংবাদ সংগ্রহ করতে আসা অতিথিরা স্বাগত জানানোর প্রথায় মুগ্ধ।Несмотря на это, складывается впечатление, что для гостей из Аргентины, освещающих Кубок мира, это показалось хорошей идеей.
9আর্জেন্টিনার ফুটবল দলের জন্য তৈরি করা ব্লগ ব্যানফিল্ড লোকুরা [স্প্যানিশ ভাষায়]-তে তারা লিখেছে:В Banfield Locura - блоге аргентинской футбольной команды, написали:
10আর্জেন্টিনার ফুটবল দলকে যে ভাবে স্বাগত জানানো হয়ছে তা ছিল বেশ চিত্তাকর্ষক।Приветствие аргентинской команды было потрясающим.
11বোগোটা, যেখানে আর্জেন্টিনার ফুটবল দল প্রথমে এসে উপস্থিত হয়, সেই একই শহর তাদের প্রাথমিক পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে।В Боготе - первой остановке и городе, где проходили отборочные матчи.
12এখানে তাদের ঐতিহ্যবাহী নাচ, আঞ্চলিক গানের দল, সালসা, ক্রান্তীয় এবং এ ধরনের বেশ কিছু ছন্দের মাধ্যমে স্বাগত জানানো হয়।Народные танцы, региональные музыкальные группы, сальса, тропические и некоторые другие ритмы.
13এখানে কৌতূহল জনক বিষয় হচ্ছে এই নাচের মুদ্রা (কোরিওগ্রাফি) তৈরি করেছে মহিলা পুলিশের দল।Любопытно, что хореография была поставлена женщинами-полицейскими.
14ভীরু ভীরু পায়, প্রায় জোর করে তাদের এই নাচের আসরে যোগ দেবার আহ্বান তারা অস্বীকার করতে পারেনি এবং লাজুক ভাবে তারা কিছু নাচের ছন্দ তোলার চেষ্টা করে।После уговоров, стесняясь и смущаясь, мужчины тоже попробовали танцевать.
15এই সব ঘটনা এখানে ঘটছে, কারণ এখানে ফুটবল জীবন এবং শ্বাস প্রশ্বাসের সাথে মিশে আছে, কলম্বিয়ার এই উষ্ণ ভুমির প্রতিটি কোনায় ফুটবল বাস করে।Футбол пропитывает на этой теплой Колумбиской земле все, он чувствуется на каждом шагу.
16তারা একে অন্যের “ইতিহাসকে” নিখুঁত করার প্রক্রিয়া সম্বন্ধে জানে।Они знают каждого игрока и его “историю” до мельчайших подробностей.
17বিমানবন্দর ছিল উষ্ণতা, আর্দ্রতায় ভরা এবং কেন তা থাকবে না, আর এই ঘটনায় তাদের প্রতি তৈরি হয়েছে এক শ্রদ্ধাবোধ।Аэропорты были переполнены общим чувством, добротой и даже восхищением.