Sentence alignment for gv-ben-20131025-39638.xml (html) - gv-rus-20131106-26282.xml (html)

#benrus
1গাড়ি চালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা অগ্রাহ্য করতে চায় সৌদি নারীরাСаудовские женщины готовы организовать протест против запрета на вождение
2২৬ অক্টোবর তারিখে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা অমান্য করতে ডজন খানেক নারীরা সৌদি আরবের বিভিন্ন প্রধান সড়ক ও হাইওয়েগুলোতে তাঁদের গাড়ি চালানোর ভিডিও শেয়ার করেছেন।Десятки женщин выложили в Интернет видео, где они едут за рулем автомобилей по главным дорогам и магистралям Саудовской Аравии в преддверии 26 октября - дня, когда они собираются выступить против запрета на вождение.
3ভিডিওগুলো এখানে রয়েছে।Видео можно посмотреть здесь
4নারীদের গাড়ি চালনার ওপর আরোপিত সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করতে ২৬ অক্টোবর দিনটিকে বেশ কয়েকদিন আগে থেকে নির্দিষ্ট করা হয়েছে।Саудовские женщины выложили в сеть свои видео, готовясь к дате 26 октября [анг], которая была выбрана днем протеста против запрета правительства на вождение.
5আর তাই সৌদি নারীরা এই দিনটির জন্য নিজেদের প্রস্তুতির বিভিন্ন ভিডিও আপলোড করেছেন।В свою очередь, оппоненты призвали их к неукоснительному соблюдению этого запрета, называя их действия “заговором” и классифицируя как “демонстрацию” в стране, где любые демонстрации строго запрещены.
6অন্যদিকে বিরোধীরা সরকারকে নিষেধাজ্ঞাটি কঠোরভাবে মানার জন্য বলপ্রয়োগ করতে বলেছে, যেটিকে তাঁরা “ষড়যন্ত্র” বলে মনে করছে।На канале YouTube и странице в Instagram, посвященных акции, появились видео и фотографии женщин, которые едут за рулем автомобилей по главным дорогам, а также дорогам для учебной езды.
7পাশাপাশি এটিকে তাঁরা দেশে একটি বিক্ষোভ হিসেবে দেখছেন।Нассер аль-Омар, один из главных консервативных исламских священнослужителей страны, написал в Twitter:
8আর এ দেশে বিক্ষোভ করা কঠোরভাবে নিষিদ্ধ। এই প্রচারাভিযানটির ইউটিউব চ্যানেল এবং ইন্সটাগ্রাম প্রোফাইল বিভিন্ন ভিডিও এবং ছবিতে ভরে গেছে।Понимают ли те, кто призывает женщин сесть за руль, что они служат врагам страны, вводя ее в состояние хаоса и коррупции, когда ей так необходима защита, вера и стабильность?!
9এই ভিডিও এবং ছবিগুলোতে প্রধান প্রধান সড়কগুলোতে নারীদের গাড়ি চালাতে এবং অন্যান্যদেরও গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে দেখা যাচ্ছে।
10দেশটির অন্যতম রক্ষণশীল একজন ইসলামপন্থী ধর্মীয় নেতা নাসির আল-ওমর টুইট [আরবি] করেছেনঃАль-Омар и другие священнослужители попытались попасть во дворец 22 октября, но им было отказано в аудиенции.
11যারা নারীদের গাড়ি চালনার পক্ষে কথা বলছেন, তাঁরা কি বোঝেন যে তাঁরা এই দেশের শত্রুদের জন্য কাজ করছেন ?!
12যখন দেশটিতে নিরাপত্তা, বিশ্বাস এবং স্থিতিশীলতার ভীষণ প্রয়োজন, তখন তাঁরা এতে বিশৃঙ্খলা এবং দুর্নীতির বিস্তার ঘটাচ্ছেন। আল-ওমর এবং অন্যান্য ধর্মীয় নেতারা গতকাল ২২ অক্টোবর তারিখে রাজকীয় আদালতে [আরবি] সাক্ষাতের চেষ্টা করেন।На видео, сделанном рядом со дворцом [араб], аль-Омар сказал, что, те, кто призывает женщин сесть за руль, “используют незаконные методы” (имея в виду акцию протеста, вместо обращения к королю, с просьбой отменить запрет).
13তবে তাঁদেরকে সাক্ষাৎ দেয়া হয়নি।Министерство внутренних дел сделало заявление [араб] 23 октября:
14আদালতের বাইরে ধারণকৃত একটি ভিডিওতে আল-ওমর বলেছেন, যারা নারীদের গাড়ি চালনার স্বপক্ষে কথা বলছে “তাঁরা বৈধ পথ (নিষেধাজ্ঞাটি অগ্রাহ্য করার কথা উল্লেখ করেছেন, বরং রাজার কাছে এটি প্রত্যাহারের দাবি জানাতে পারতো) বেছে নেয়নি”।
15আজ ২৩ অক্টোবর তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যুকৃত একটি বক্তব্যে [আরবি] বলা হয়েছেঃ
16সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য প্রচার মাধ্যম চ্যানেলে নারীদের গাড়ি চালনার জন্য সমাবেশ এবং বিক্ষোভ নিষিদ্ধ করার কথা বিস্তৃত হচ্ছে, যা কিছু বেসামরিক জনগণের নিরাপত্তা লঙ্ঘন করে।
17ক্ষতি-অন্বেষণ কারীদের এবং অশুভ স্বপ্ন লালনকারীদের কুকর্মে প্ররোচিত করে, রাজ্যের নিয়মনীতি তা নিষিদ্ধ করে। আর এ কারনেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে আশ্বস্ত করেছে।Касательно того, что появляется в социальных сетях и других средствах массовой информации о запрете собраний и демонстраций для женщин за рулем, нормы королевства запрещают любые нарушения гражданской безопасности и побуждения к причинению вреда.
18যারা এই নিয়মনীতি ভাঙ্গবে তাঁদের বিরুদ্ধে বিশেষায়িত কর্তৃপক্ষ কঠোরতা এবং বলিষ্ঠতার সাথে এসব নিয়মনীতি প্রয়োগ করবে।Поэтому министерство внутренних дел уверяет всех, что специализированные органы будут следить за соблюдением правил теми, кто их уверенно нарушает.
19যারা প্রচারাভিযানটির আয়োজন করেছে তাঁরা জোর গলায় বলছে যে, তাঁরা কোন বিক্ষোভের ডাক দেয়নিঃОрганизаторы акции уверяют, что они не призывают ни к каким демонстрациям:
20যারা প্রচার করেছে ২৬ অক্টোবর আমরা একটি বিক্ষোভের ডাক দিয়েছি তাঁদের উদ্দেশ্যে বলছি, আমরা আপনাদের জানাতে চাই যে আমরা ক্লান্তিহীনভাবে বার বার বলেছি, আমরা কোন বিক্ষোভ করছি না।Для тех, кто утверждает, что мы призываем к демонстрации 26 октября, сообщаем, что мы не устанем повторять, что не будет никакой демонстрации и что, мы не отступим от задуманного.
21এটি আমাদের ইচ্ছা শক্তিকে দমাতে পারবে না। সৌদি ব্লগার ফুয়াদ আল-ফারহান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যটিকে মিশরীয় সামরিক বাহিনীর জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসি'র বক্তব্যের সাথে তুলনা করেছেন।Саудовский блогер Фуад аль-Фархан сравнил заявление министра внутренних дел с заявлением генерала вооруженных сил Египта Абдул-Фаттах Ас-Сиси, сделанное им за 48 часов до свержения президента Мухаммеда Мурси [анг]:
22প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে পরাস্ত করার ৪৮ ঘন্টা আগে তিনি এই বক্তব্যটি দিয়েছিলেনঃ
23নারীদের গাড়ি চালনা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বক্তব্যটি আল-সিসি'র বক্তব্যের মতো।Заявление министра внутренних дел по поводу женщин за рулем похоже на заявление Ас-Сиси, так как оно дает шанс обеим сторонам.
24এই বক্তব্যটি সব দলকেই সুযোগ দিয়েছিল।Обе стороны могут интерпретировать его в свою пользу.
25প্রতিটি দল বক্তব্যটিকে তাঁদের নিজেদের পক্ষে নিয়ে ব্যাখ্যা করেছিল।Организация “Международная амнистия” призвала к подписанию петиции в поддержку акции:
26অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালও এই প্রচারাভিযানটির আবেদনে স্বাক্ষর করতে আহ্বান জানিয়েছেঃПоддержите желание саудовских женщин водить без запретов, подписав петицию на сайте: http://t.co/TDoKIiKLhW
27#সৌদি #নারীদের গাড়ি চালানোর স্বাধীনতার জন্য #উইমেন২ড্রাইভ এর @অক্টো২৬ড্রাইভিং এ স্বাক্ষর করে আপনার সংহতি দেখান।