# | ben | rus |
---|
1 | স্বাধীন অভিব্যক্তি বিষয়ক পুরস্কার প্রদানের ক্ষেত্রে গ্লোবাল ভয়েসেস গুগলের সাথে এক অংশীদারিত্বে যুক্ত হয়েছে | |
2 | আজ (২৯ ডিসেম্বর,২০০৯) থেকে ব্রেকিং বর্ডাস এ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেবার সময় শুরু। | Global Voices сотрудничает с Google в создании Премии за свободу выражения |
3 | এটি এক নতুন পুরস্কার যার প্রবর্তক গুগল এবং গ্লোবাল ভয়েসেস। ইন্টারনেটে ‘অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা' নামক বিষয় প্রচারণার জন্য কোন ব্যক্তি বা দলকে তাদের সাহসী, উদ্যমী এবং সমৃদ্ধশালী ওয়েব পরিকল্পনার জন্য এই পুরস্কার প্রদান করা হবে। | 29 декабря 2009года стартовал конкурс на Премию за Разрушение Границ (Breaking Borders Award) - новую премию Google и Global Voices для награждения веб проектов, созданных отдельными личностями или группами, которые демонстрируют мужество, энергию и изобретательность в использовании Интернета для поддержания свободы выражения. |
4 | থমসন রয়টার্স ও এই পুরস্কারকে সমর্থন করেছেন। | Премия также поддерживается Thomson Reuters. |
5 | ব্রেকিং বর্ডাস পুরস্কার তৈরি হয়েছে গ্লোবাল ভয়েসেস এর প্রচারপত্রে লেখা মূল্যবোধের উপর। | |
6 | এই দলিল একই সাথে উইকিতেও লেখা রয়েছে। সেখানে ২০০৪ সালে এই সংগঠন ও সম্প্রদায়ের নীতি নির্ধারক বিষয়গুলো বই আকারে লেখা হয়, যে প্রতিষ্ঠান ও সম্প্রদায় পরে গ্লোবাল ভয়েসেস নামে পরিচিত হয়। | Премия за Разрушение Границ основывается на ценностях, определенных в Манифесте Global voices - документе, написанном в 2004 году на wiki c целью формулировки основных принципов организации и сообщества, которое стало известно как Global Voices. |
7 | এই প্রচারপত্র এই কয়টি শব্দ দিয়ে শুরু হয়েছে: | Манифест начинается со слов: |
8 | “আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি: কথা বলার এবং কথা শোনার অধিকার রক্ষায় সচেষ্ট। | “Мы верим в свободу слова: в защиту права высказываться и права слушать. |
9 | আমরা বিশ্বাস করি কথোপকথনের টুলগুলো ব্যবহারের সার্বজনীন বাধাহীন অধিকারে। | Мы верим во всеобщий доступ к средствам выражения. |
10 | এই লক্ষ্যে আমরা চাই যারা বলতে চায় তাদের বলার সুযোগ করে দিতে - এবং যারা তা শুনতে চায় তাদের শোনার মাধ্যম ব্যবহার করতে দিতে।”। | С этой целью мы стремимся дать возможность говорить всем, кто хочет высказаться, а всем, кто хочет слышать - возможность слушать” |
11 | ব্রেকিং বর্ডাস পুরস্কার একই সাথে গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসি নামক কাজের পরিপূরক। গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসির যাত্রা শুরু ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে। | Премия также дополняет работу Global Voices Advocacy, которое было создано в феврале 2007г. для освещения вопросов, касающихся свободы выражения организаций. |
12 | এটি যে কোন সংগঠনের স্বাধীন অভিব্যক্তি প্রকাশ বিষয়ক কার্যক্রমের উপর মনোযোগ প্রদান করে। | Премия за Разрушение Границ открыта для людей любой национальности. |
13 | ব্রেকিং বর্ডাস পুরস্কার সকল জাতির জন্য উন্মুক্ত। | Победители будут выбраны комитетом экспертов в области свободы выражения. |
14 | স্বাধীন অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তাদের মধ্য থেকে একদল বিচারক বিজয়ীদের নির্ধারণ করবেন। | 10 000 долларов наличными будет вручено в каждой из трех номинаций: |
15 | এই পুরস্কারের ক্ষেত্রে তিনটি বিভাগ রয়েছে, প্রত্যেকটি বিভাগের জন্য আলাদাভাবে ১০,০০০ মার্কিন ডলার পুরস্কার রয়েছে: | 1. Активная публичная защита - вручается активисту или группе активистов, которые использовали онлайн инструменты для содействия свободе выражения и поддержки политических изменений. |
16 | ১. এ্যাডভোকেসি বা কারো পক্ষ অবলম্বন করে বলা; সেই সমস্ত অ্যাক্টিভিস্ট বা দলকে এই পুরস্কার প্রদান করা হবে, যে বা যারা অনলাইনের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা বা রাজনৈতিক পরিবর্তনের পক্ষে প্রচারণা চালাচ্ছে। | |
17 | ২. টেকনোলজি বা প্রযুক্তির বিকাশ ঘটানো; সেই সমস্ত ব্যক্তি বা দলকে এই পুরস্কার প্রদান করা হবে, যে বা যারা স্বাধীন অভিব্যক্তি প্রকাশ এবং তথ্য অধিকারে প্রবেশের সুযোগ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপাদান বা যন্ত্র তৈরি করছে। | |
18 | ৩ পলিসি বা নীতি নির্ধারণের উপাদান তৈরি; এই পুরস্কার নীতি নির্ধারককে প্রদান করা হবে। | 2. Технология - вручается человеку или группе лиц за создание важного инструмента, который способствует свободе выражения и повышает доступ к информации. |
19 | সরকারি কর্তৃপক্ষ বা বেসরকারী নেতৃবৃন্দ যারা এই খাতে উল্লেখযোগ্য অবদান রাখছে তাদের জন্য এই পুরস্কার। | 3. Политика - вручается политику, чиновнику или лидеру Некоммерческой Организации за заметный вклад в данной области. |
20 | ব্রেকিং বর্ডাস পুরস্কারের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে- http://www.breakingborders.net (এইচটিটিপি://ডাব্লিউডব্লিউডাব্লিউ. ব্রেকিংবর্ডাস. | Заявки на участие в конкурсе могут быть поданы до 15 февраля 2010 года на сайте http://www.breakingborders.net |
21 | নেট)-এ, এবং মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারী, ২০১০। | |