Sentence alignment for gv-ben-20100118-8811.xml (html) - gv-rus-20100115-1047.xml (html)

#benrus
1উজবেকিস্তান: ভাস্কর্যের যুদ্ধУзбекистан: война монументов
2১৪ জানুয়ারি ছিল উজবেকিস্তানের ‘মাতৃভূমি প্রতিরক্ষা' দিবস। দিনটি উজবেকিস্তানে উদযাপন করা হয়।14 января в Узбекистане отмечается День Защитников Родины.
3সেদিন মহাসমারোহে একটি ভাস্কর্য স্থাপন করা হয়। যার নাম “মাতৃভূমির শপথ”।В преддверии этого события в столице Узбекистана Ташкенте состоялась торжественная церемония открытия памятника «Клятва Родине».
4এটিকে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে স্থাপন করা হয়। এই ভাস্কর্যে এক সৈনিকের মূর্তি রয়েছে যে কিনা শপথ নিচ্ছে এবং তার পিছনে এক আশীর্বাদ প্রদান করা এক নারীমূর্তি রয়েছে।Монумент с изображением принимающего присягу солдата и благословляющую его женщину, стоящую за его спиной, был возведен в Парке боевой Славы, вместо снесенного в ноябре 2009г. советского памятника «Защитникам Родины».
5এটি পার্ক অফ মিলিটির ফেম নামক উদ্যোনে দাঁড়িয়ে আছে।Снесенный памятник был создан в 1973г.,
6এর আগে এখানে সোভিয়েত যুগের নির্মিত “ডিফেন্ডার অফ মাদারল্যন্ড” বা ‘মাতৃভূমির রক্ষক' নামের এক ভাস্কর্য ছিল।
7২০০৯ সালে ভাস্কর্যটিকে এখান থেকে সরিয়ে ফেলা হয়।а Парк боевой Славы был открыт в 1975г.
8পুরোনো ভাস্কর্যটি ১৯৭৩ সালে এখানে বসানো হয়েছিল এবং পার্ক অফ মিলিটারি ফেম নামক উদ্যোনটি চালু করা হয় ১৯৭৫ সালে।- в честь 30 годовщины победы над фашизмом во Второй Мировой Войне.
9দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়লাভের ৩০তম বার্ষিকীতে এটি চালু করা হয়।В своей речи на церемонии открытия Президент Узбекистана Ислам Каримов назвал бывший памятник отражающим идеологию старого режима.
10ভাস্কর্য উদ্ভোধনের সময় প্রদান করা বক্তৃতায় উজবেকিস্তানের রাষ্ট্রপতি ইসলাম কারিমভ বলেন, প্রাক্তন ভাস্কর্যটি অপসারিত করার পিছনে কারণ, তা এক পুরোনো শাসনামলের আদর্শের প্রতিচ্ছবি তৈরি করত [রুশ ভাষায়]।
11উজবেক ব্লগস্ফেয়ারের সকলেই কর্তৃপক্ষের অবস্থানের সাথে একমত নন।Но не каждый в узбекской блогосфере согласен с официальной позицией.
12নাসিংইউ দু'টি ভাস্কর্যের ছবি (ছবি দু'টি নিচে দেওয়া হল)- পুরাতন ও নতুন ভাস্কর্যের ছবি-নিউ তাশখন্দ কমিউনিটিতে প্রকাশ করেছেন এবং মন্তব্য করেছেন [রুশ ভাষায়]:nashingyou опубликовал в сообществе New Tashkent фотографии (ниже) двух памятников - бывшего и нового, и прокомментировал:
13ডিফেন্ডার অফ হোমল্যান্ড নামক ভাস্কর্যের ছবিটি:Был памятник защитнику Отечества:
14এবং বলা কঠিন, এখানে এখন কি হচ্ছে:А стало неизвестно что:
15টুপিজ্জা২ তার মন্তব্যে জানাচ্ছে [রুশ ভাষায়]:tupizza2 замечает в комментарии:
16এই ভাস্কর্য আমাকে জোসেফ স্ট্যালিনের যুগের কথা মনে করিয়ে দেয়…..что то идея мне сталинские памятники напоминает
17ওল্ড বেঞ্জ উত্তর দিয়েছেন ব্যঙ্গ করে [রুশ ভাষায়]:old-benj отреагировал с сарказмом:
18তারা ভাস্কর্যটাকে সরিয়ে ফেলেছে, দেশরক্ষার প্রতি যে নিবেদিত প্রাণ, এবং এই নতুন ভাস্কর্য, কোন এক ব্যক্তিকে সেখানে দাঁড় করিয়ে দিয়েছে, যে এমনকি এখনো শপথ নেয়নি!
19অন্য কথায় বলা যায়, এই ভাস্কর্যটিকে অনেকটা জোর করে দেশপ্রেমিক বানানোর চেষ্টা করা হচ্ছে!!!!Снесли памятник защитнику, поставили этого, который даже ещё присягу не принял.
20এই কাজটির প্রয়োগের ক্ষেত্রে, অনেক ব্লগারের কাছে মনে হয়েছে, এটি অনেক বেশি রাজনৈতিক এবং সোভিয়েত বিরোধী (রুশ বিরোধী) কাজ।
21পাভেলশেহেরমেট লিখেছেন [রুশ ভাষায়]:То есть, памятник не солдату даже, а призывнику!!!!
22এটা বেশ কৌতূহলজনক যে রুশ “দেশপ্রেমী” এবং “সত্যানুসন্ধানঈ” সংসদ সদস্যরা নিরব কেন?
23সম্প্রতি তারা বেশ উত্তেজিত ছিল, [জর্জিয়ার রাষ্ট্রপতি মিখাইল সাকাশভিলি] মনস্ট্রম ভাস্কর্য যা কংক্রিটের তৈরি তা ভেঙ্গে ফেলার কারণে।Некоторые блоггеры видят в этих действиях явный политический аспект и антисоветское (или анти-российское) настроение. pavelsheremet пишет:
24এই ঘটনার কারণে তারা এস্তোনিয়ার সাথে প্রায় যুদ্ধ ঘোষণা করে ফেলেছিল।В этой истории интересно другое: почему в рот воды набрали российские депутаты-патриоты-правдорубы.
25এস্তোনিয়ায় একটি সৈনিকের মূর্তিকে শহরের কেন্দ্রীয় চৌরাস্তা থেকে সরিয়ে এক স্মৃতিসৌধের উদ্দেশ্য নির্মিত কবরখানায় নিয়ে আসার কারণে এই উত্তেজনার সৃষ্টি হয়। কিন্তু উজবেকদের দ্বারা তৈরি ঘটনার ক্ষেত্রে কোন প্রতিক্রিয়া নেই।Недавно рвали в клочья Саакашвили за разрушение бетонного монстра, который когда-то был советским памятником, Эстонии войну едва не объявили только лишь за перенос памятника солдату с площади на мемориальное кладбище, а на узбекскую историю не реагируют.
26তাশখন্দে রুশদের উপস্থিতির স্মৃতি মুছে ফেলা শুরু হয়েছে, কিন্তু মস্কো এ ব্যাপারে নিরব।В Ташкенте просто стерли в пыль память о российском присутствии, а в Москве - тишина.
27তাশখন্দের অন্য জনপ্রিয় ব্লগার মিয়াৎশাখন্দ александр махнёв [আলেকজান্ডার মাখনভ]।
28যে ভাবে কর্তৃপক্ষ তাদের মনোভাব প্রকাশ করেছে তাতে তিনি হতাশা ব্যক্ত করেছেন [রুশ ভাষায়]:
29আমি বলছি না এই ভাস্কর্য নষ্ট করে ফেলায় আমি খুব দু:খিত হয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তারা নতুন করে ভাস্কর্যকে সাজানো বা নির্মাণের কথা বলে?На популярном в Ташкенте блоге mytashkent александр махнёв высказал свое разочарование тем, как действовали власти:
30কেন তারা স্পষ্ট করে বলে না যে, সেখানে এক নতুন স্মৃতিস্থাপনা বা ভাস্কর্য তৈরি করা হবে।
31নগরের বাসিন্দাদের প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্য তারা আমাদের বিষয়টি জানাতে পারে। এ সব ব্যাপারে কর্তৃপক্ষ যে সমস্ত উদ্যোগ নিতে পারে: ১ম ধাপ: ভাস্কর্যের নতুন নাম দেওয়া; ২য় ধাপ; “নতুন করে একে নির্মাণ” করা; ৩য় ধাপ- এক নতুন ভাস্কর্য বসানো যা হবে পুরো ভিন্ন এক আদর্শের প্রতীক।я право-слово не бог весть как огорчён сносом этого комплекса. просто чего ж было трепаться о какой-то реставрации и даже реконструкции. сказали бы сразу: на этом месте будет возведён новый мемориальный комплекс. просто из уважения к горожанам можно бы было эту информацию сообщить.
32আমরা অবজ্ঞা প্রদর্শনে এস্তোনিয়ার চেয়ে এক ধাপ এগিয়ে যাব। বলা যায়, অনেক ব্লগার সেই জায়গায় নতুন কোন ভাস্কর্য দেখতে চায় না।действия власти: этап первый - переименовывание памятника, этап второй - начало «реконструкции», этап третий: установление на место старого нового категорически отличающегося по идеологической направленности от изначального. эстонцы отдыхают.
33রাশিয়ায় উজবেক রাষ্ট্রদূত ইলকহম নেমাটভ প্রতিশ্রুতি দিয়েছিলেন উদ্যোনের যে অংশ জুড়ে ভাস্কর্যটি রাখা হয়েছিল সেটি নতুন করে নির্মাণ করা হবে এবং সেই স্থানে তাকে ফিরিয়ে আনা হবে [রুশ ভাষায়]।Конечно, многие блоггеры не ожидали увидеть другой памятник. Дело в том, что после сноса старого памятника, Посол Узбекистана в России Ильхом Нематов пообещал, что весь мемориальный комплекс парка будет реконструирован, и его возвратят на место.
34Алекс [আলেক্সিই] মিয়াৎশাখন্দের ব্লগে মন্তব্য করছেন:Алекс комментирует на mytashkent:
35রাষ্ট্রদূত মিথ্যা বলেছেন…. যদিও তিনি প্রতিশ্রুতি প্রদান করেছিলেন যে, পুরোনো ভাস্কর্যটিকে তার আগের স্থানে ফিরিয়ে আনা হবে!Печально, очень печально и все таки Посол обманул… а ведь обещал что памятник вернут!
36বেদনাদায়ক, ভারী বেদনাদায়ক এক বিষয়।Не хорошо.