Sentence alignment for gv-ben-20151020-50567.xml (html) - gv-rus-20151017-43295.xml (html)

#benrus
1সার্বিয়ার গোঁড়া খৃষ্টান এক গ্রামের বাসিন্দারা হুমকি দিয়েছে যদি তাদের গির্জা মেরামত না করা হয় তাহলে তারা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করবেПравославная сербская деревня «угрожает», что обратится в ислам, в заявлении на восстановление местной церкви
2সোপিক নামের এক গ্রামের রাস্তা। ছবি ডাংগোডাং-এর।Улица в деревне Šopić.
3সিসি বাই -এসএ ৩. ০ লাইসেন্স অনুসারে ব্যবহার করা হয়েছে।Фото Dungodung, использовано по лицензии CC BY-SA 3.0.
4বেলগ্রেড থেকে সামান্য দূরে সাপিক নামক গ্রামের বাসিন্দারা হুমকি প্রদান করেছে যে ২০১৫-এর অক্টোবরের মধ্যে তাদের ক্ষতিগ্রস্থ চার্চ ঠিক না করে দেয়া হয় তাহলে একসাথে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে।Жители деревни Šopić, находящейся недалеко от Белграда, пригрозили «коллективным обращением в ислам», если их поврежденная православная церковь не будет восстановлена приходом в октябре 2015 года.
5সার্বিয়ার অর্থোডক্স চার্চের প্রধান আইরিজে-এর কাছে লেখা এক চিঠিতে গ্রামের উক্ত সম্প্রদায়ের সদস্যরা চার্চের নেতাদের কাছে আবেদন জানিয়েছেন যেন তারা সাপিকের এই ১৫০ বছর পুরোনো চার্চ পুনরায় নির্মাণে সাহায্য করে, যা গত বছরের গ্রীষ্মের এক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ হয়।
6সার্বিয়ার দৈনিক পত্রিকা ‘আলো'র সংবাদ অনুসারে এই সঙ্কটের শুরু জুলাই ২০১৪-এ যখন এক ঘূর্ণিঝড়ে কয়েক মিনিটের মধ্যে গির্জাটি ভেঙ্গে পড়ে, ঝড়ে এর ছাদ উড়ে যায়,আর চার্চের ঘণ্টা এবং কাঠামোর ক্ষতি হয়।В письме к патриарху Иринею Сербской православной церкви члены прихода обратились к лидеру Церкви с просьбой поддержать реконструкцию маленькой 150-летней церкви в Šopić, которая была повреждена в результате природной катастрофы прошлым летом.
7এই সম্প্রদায়ের পাদ্রিরা পুরোনো চার্চ কে ভেঙ্গে তার জায়গায় নতুন এক চার্চ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে, যদিও স্থানীয় বাসিন্দাদের সমালোচনার মাঝে এই উদ্যোগ গ্রহণ করা হয়।Согласно сербской газете Alo!, беда началась, когда смерч сильно повредил церковь за несколько минут в июле 2014 года, сорвав крышу и повредив церковные колокола и конструкцию.
8স্থানীয় বাসিন্দারা চাইছিল দেড়শ বছরের পুরোনো এই চার্চের কাঠামো ঠিক রেখে যেন একে সংস্কার করা হয়।Тем временем, священник прихода принял решение снести церковь, а на ее месте построить новый храм, вопреки недовольствам местных жителей, защищающих векововое старинное строение.
9সার্বিয়ান অর্থোডক্স চার্চের নেতাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে চার্চ সমিতির সদস্য বলেন :В письме [серб], адресованному лидеру Сербской православной церкви, члены прихода заявляют:
10যদি আমরা আপনাদের সমর্থন না পাই, যা এই মতের বিশ্বাসী অনুসারী সদস্য হিসেবে এবং আপনার বিশ্বস্ত অনুসারী হিসেবে, সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করুন, কারণ আমরা একসাথে সকলে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য হব, যা আমরা করতে পারি সার্বিয়া প্রজাতন্ত্রের ইতিবাচক আইন অনুসারে, আমাদের ধর্ম চর্চার কেন্দ্র যেন আরো নিরাপদে থাকে এবং আমাদের প্রভু যীশু খ্রিষ্ট যাতে আমাদের হৃদয়ে থাকে, যা আমাদের প্রাচীনকালের শহীদের যেমন রেখেছিল এবং আমাদের মাথায় যে কোন ধরণের টুপি যা আমাদের ধর্মচর্চা করার স্থানকে ক্রোধ এবং যে কারো নিপীড়কের হাত থেকে।Если мы не получим Вашу поддержку, на которую рассчитываем как представители веры и Ваши верные последователи, мы будем вынуждены, пусть простит нас Бог, коллективно принять ислам, так чтобы мы могли, в соответствии с положительными законами Республики Сербии, получить лучшую защиту наших храмов и сохранить Господа нашего Иисуса Христа в наших сердцах, как сделали наши древние мученики, и разместить над нашими головами любую крышу, которая позволит нам защитить наши святыни от высокомерия и тирании всякого.
11প্রচার মাধ্যমে প্রদান করা বক্তব্যে সোপিক এর সদস্যরা যোগ করেন কে তার নতুন এক চার্চ নির্মাণের পুরোপুরি বিরোধী নন, যতক্ষণ না পুরোনো চার্চ সংরক্ষণ এবং নতুন ভাবে নির্মাণ করা হবে। তারা এই বিষয়ের উপর জোর দেন যে সার্বিয়ায় অন্য যে সমস্ত সংখ্যালঘু বিশ্বাস যে ভাবে নিরাপত্তা প্রদান করা হচ্ছে তাদের বিশ্বাস সে ভাবে নিরাপদ নয়।В заявлениях для СМИ прихожане Šopić добавили, что они совсем не против строительства новой церкви, при условии, что старая церковь будет сохранена и восстановлена, подчеркнув, что чувствуют, что их вера не так защищена, как вера других религиозных меньшинств в Сербии.