Sentence alignment for gv-ben-20091010-6915.xml (html) - gv-rus-20091008-241.xml (html)

#benrus
1ওমান: সোয়াইন ফ্লু প্রতিরোধ প্রচারণার তাজা সংবাদОман: кампания, посвященная защите от свиного гриппа
2ওমানি ব্লগাররা সম্প্রতি সোয়াইন ফ্লু বিস্তার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির যে উদ্যোগ নিয়েছে তা প্রচার মাধ্যমের মনোযোগ আকর্ষণ করেছে এবং এই উদ্যোগকে আরো সামনে নিয়ে যাবার জন্য টাকা সংগ্রহ করা শুরু হয়েছে।Шаги, предпринятые недавно блоггерами Омана в целях увеличения осведомленности населения о распространяющемся в стране свином гриппе, привлекли внимание СМИ, более того, удалось собрать деньги для продолжения данной акции.
3এই প্রচারণার শুরু হয়েছিল অনলাইনে নেওয়া এক উদ্যোগ থেকে এবং এরপর থেকে ব্লগাররা এই কারণে স্থানীয় এক বাজারে এসে জমা হয়।
4আরবের সংবাদ প্রকাশ করা টিভি চ্যানেল আল আরাবিয়া ঘটনাটি তুলে ধরে এবং পরবর্তীতে একটি নিরাপত্তা প্রদানকারী কোম্পানী এই প্রচারণার জন্য অর্থ সাহায্য করে।Кампания, которая была начата как онлайн идея, а затем была поддержана арабским каналом Al Arabia, была позже материально поддержана местной компанией по безопасности.
5গত শুক্রবারে (৯ অক্টোবর) ব্লগাররা একটি জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করবে, সেখানে তারা বাজারে আসা লোকজনকে কি ভাবে এই রোগ প্রতিরোধ করতে হবে সে সম্বন্ধে ধারণা দেবে এবং সেই সাথে তারা উপস্থিত লোকদের মাঝে মুখোশ ও জীবাণুমুক্ত করণ উপাদান বিতরণ করবে।В эту пятницу блоггеры проведут общественную акцию, в течение которой они будут информировать посетителей одного из торговых центров о методах защиты, а также раздавать маски и дезинфицирующие средства.
6এই অনুষ্ঠানে স্থানীয় একটি নাচের দল রাস্তায় নৃত্য প্রদর্শন করবে। তারা উন্মুক্ত পদ্ধতিতে নেচে যায় এবং এই নাচের দলটিকে পৃষ্ঠপোষকতা করবে স্থানীয় কিছু কোম্পানী ও সংবাদপত্র।Акция включает в себя и танцевальную часть, в которой примут участие местные танцевальные freestyle группы, и которая спонсируется некоторыми местными компаниями и газетами.
7এই ফ্লু সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্লগাররা নতুন এক পোস্টার প্রতিযোগিতার আয়োজন করেছে।Помимо этого, блоггеры объявили о конкурсе на лучший дизайн плаката, который способствовал бы увеличению осведомленности населения о свином гриппе.
8এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ীকে ওয়াকমের একটি বাঁশের বিশেষ ট্যাবলেট দেওয়া হবে (ট্যাবলেট হচ্ছে কাগজ কলম ছাড়া কম্পিউটারে ছবি আকার একটি যন্ত্র, যা দেখতে অনেকটা স্লেটের মত এবং সেখানে একটি কাঠি দিয়ে ট্যাবলেটের উপর রেখা টানলে সেটা কম্পিউটারে উঠে যায়)।
9এ ছাড়াও যে সমস্ত পোস্টার প্রতিযোগিতার বাছাই পর্বের জন্য মনোনীত হবে সেগুলো মাস্কাটের বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে।Победителю будет вручена цифровая панель Wacom Bamboo, а лучшие работы будут опубликованы в газетах The Week и Muscat Daily.
10ওমানী ব্লগারদের এই উদ্যোগের খবর প্রকাশের লক্ষ্যে একটি নতুন বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে।Организовавшие эту кампанию блоггеры запустили также новый сайт на данную тему.
11ওমানী ব্লগোস্ফেয়ারে যা ঘটবে সেই সব ঘটনা ও সোয়াইন ফ্লু প্রতিরোধ প্রচারণার জন্য যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হবে, এই ওয়েবসাইট তার তরতাজা সংবাদ জানাতে থাকবে।Цель сайта - освещение последних новостей в блогсфере Омана и публикация событий, проводимых в рамках кампании, посвященной защите от свиного гриппа.