Sentence alignment for gv-ben-20150514-48610.xml (html) - gv-rus-20150824-41013.xml (html)

#benrus
1সমকামী জাপানিরা দিন দিন প্রকাশ্যে বেড়িয়ে আসছেনЛГБТ в Японии выходят из подполья
2শিরোনামঃ ১৩ জনে ১ জন এলজিবিটি (যৌন সংখ্যালঘু) হিসেবে চিহ্নিত।Надпись: 1 из 13 человек идентифицирует себя как представителя ЛГБТ («сексуальных меньшинств»).
3স্ক্রিনক্যাপ সৌজন্য এনএইচকেСкриншот любезно предоставлен NHK.
4আন্তর্জাতিক জনসংযোগ এবং অন্যতম শীর্ষ বিজ্ঞাপনী সংস্থা দেন্তসু পরিচালিত একটি অনলাইন জরিপে দেখা গেছে, ২০ বছর থেকে ৫৯ বছর বয়সী প্রতি ১৩ জন জাপানীর মাঝে ১ জন করে সমকামী নারী, সমকামী পুরুষ, উভকামী অথবা লিঙ্গ পরিবর্তনকারী (এলজিবিটি) হিসেবে চিহ্নিত হয়েছেন।Согласно интернет-исследованию, проведенному японским агентством по PR и рекламе Dentsu среди японцев в возрасте 29-59 лет на каждые 13 человек приходится 1 (7,7%), который относит себя к одной из следующих категорий: лесбиянки, гомосексуалисты, бисексуалы и транссексуалы (ЛГБТ).
5জাপানি ভাষায় পরিচালিত জরিপটির মূল ফলাফল এখানে পাওয়া যাবে।Здесь можно ознакомиться с результатами исследований на японском языке.
6২০১২ সালের দেন্তসু সমীক্ষার ফলাফলের তুলনায় এই সংখ্যা বেড়েছে। সে সমীক্ষায় প্রতি ১৯ জন উত্তরদাতার মাঝে ১ জন করে এলজিবিটি হিসেবে সনাক্ত হয়েছিলেন।Для сравнения, по результатам исследования того же агентства в 2012 году, на каждые 19 человек приходился один, относивший себя к ЛГБТ.
7জাপানে বেশ কয়েকটি শহরে সমকামী নাগরিক ইউনিয়ন'কে স্বীকৃতি দেয়ার পর এবং জাপানি শিক্ষা মন্ত্রণালয় জাপানি সমাজে বৈচিত্র্য বাড়াতে নতুন পাঠক্রম চালু করতে সব প্রস্তুতি সম্পন্ন করার মাত্র এক মাসের মধ্যে ২০১৫ সালের এপ্রিল মাসে পরিচালিত এই জরিপের ফলাফল প্রকাশিত হল।Таким образом, количество таких людей возросло. После публикации результатов исследования не прошло и месяца, как многие крупные города Японии выразили согласие на существование однополых браков.
8২০১৫ সালের এপ্রিল মাসে প্রকাশিত আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞাপনী সংস্থা দেন্তসু সনাক্ত করেছে যে জাপানে ভোক্তাদের একটি ক্রমবর্ধমান প্রভাবশালী জনসংখ্যা হয়ে উঠছে এলজিবিটি সম্প্রদায়।Японское министерство образование вскоре должно перейти на новую систему [япо] пропаганды общественного разнообразия. В другой статье [япо], опубликованной агентством Dentsu в апреле 2015 года, говорится о том, что нельзя недооценивать расходов на душу населения сообщества ЛГБТ.
9এ সম্প্রদায় বছরের ৫ দশমিক ৯৪ ট্রিলিয়ন ইয়েন (আনুমানিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার) খরচ করে থাকে।Ежегодные потребительские расходы этого сообщества составляют порядка 5,94 триллионов иен (примерно 50 миллиардов долларов США).
10২০১৫ সালের ৭ এবং ৮ এপ্রিল দেন্তসু ইন্টারনেটে ৭০ হাজার লোকের উপর সমীক্ষাটি চালিয়েছে। ফলাফলে দেখা যায়, জাপানিদের শতকরা ৭ দশমিক ৭ শতাংশ লোক সমকামী।Для получения результатов о том, что 7,7% японцев относят себя к сообществу ЛГБТ, Dentsu провело опрос среди 70 тысяч пользователей интернета 7 и 8 апреля 2015 года.
11বয়সের ভিত্তিতে ফলাফলটি জানানো হয়েছেঃРезультаты были соотнесены с возрастом:
12জরিপে উত্তরদাতাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন বয়সে তাঁরা প্রথম নিজেদের সমকামী পুরুষ, সমকামী নারী, উভকামী অথবা লিঙ্গ পরিবর্তনকারী হিসেবে বুঝতে পারেন?
13তাদের শতকরা ১৮ দশমিক ৬ শতাংশ (বেশিরভাগ উত্তরদাতা) এর উত্তর ছিল ১৩ থেকে ১৫ বছর বয়সের মাঝে। পরবর্তী শতকরা ১৭ দশমিক ২ শতাংশ উত্তরদাতা বলেছেন, ৬ বছর বয়সের মাঝেই তাঁরা নিজেদের এলজিবিটি হিসেবে সনাক্ত করতে পেরেছেন।Среди относящих себя к ЛГБТ-сообществу 18,6% опрошенных обнаружили свою принадлежность к сообществу ЛГБТ в возрасте между 13 и 15 годами, это большинство опрошенных.
14উত্তরদাতাদের শতকরা ১৬ শতাংশ বলেছেন, তাঁরা ১০ থেকে ১২ বছর বয়সে নিজেদের এলজিবিটি হিসেবে চিহ্নিত করতে পেরেছেন।Далее 17.2% опрошенных - к 6 годам.
15শতকরা ৯ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে তাঁরা ৪০ বছর বয়সের পর নিজেকে এলজিবিটি হিসেবে চিহ্নিত করেছেন।16% опрошенных - в возрасте 10-12 лет; 9,8% - после 40 лет.
16তবে বাকি শতকরা ৫৬ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা কখন তাঁদের নিজেদের প্রথম এলজিবিটি হিসেবে সনাক্ত করতে পেরেছেন তা প্রকাশ করতে চাননি।56,8% опрошенных не причисляют себя к данному сообществу.
17একই সময়ে ফুমিনো সুগিয়ামা খবরে মন্তব্য করেছেন, টোকিওর শিবুয়া ওয়ার্ডে সমকামী ইউনিয়নগুলোকে স্বীকৃতি জানাতে সার্টিফিকেট ইস্যু শুরু করা হবে। উল্লেখ্য, তিনি জাতীয় মহিলা দলের সাবেক অসিক্রীড়ক।В то же время Фумино Сугияма, транссексуал, некогда состоявший в женской национальной сборной по фехтованию, прокомментировал новость о том, что в районе Сибуя (г.
18তিনি তার লিঙ্গ পরিবর্তন করে পুরুষে পরিণত হয়েছেন।Токио) будут выпускать сертификаты, признающие однополые союзы.
19জাপানের বিদেশী প্রতিনিধি ক্লাবে গত ২৩ এপ্রিল তারিখে সংবাদ সম্মেলনে সুগিয়ামা বলেছেনঃ23 апреля на пресс-конференции для клуба иностранных журналистов в Японии Сигуяма сказал [анг]:
20আমি সবাইকে জানাতে চাই যে এখানে কিছু সংখ্যক লোক এলজিবিটি (“যৌন সংখ্যালঘু, 性的少数者”) হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁরা আমাদের আশেপাশের পরিচিতজন।Я хочу, чтобы все понимали, что среди нас есть люди, относящие себя к ЛГБТ («сексуальным меньшинствам», 性的少数者).
21সুগিয়ামা একজন নারী হিসেবে জন্মেছেন।Сигуяма [анг] родился девочкой.
22তিনি বলেছেন, কিন্ডারগার্টেনে পড়াশুনা করার সময় থেকে তিনি নিজেকে একজন পুরুষ হিসেবে চিন্তা করতে শুরু করেন এবং শিশু বয়স থেকেই তিনি স্কার্ট পড়তে চাইতেন না বলে কাঁদতেন।В детском саду он начал воспринимать себя как мальчика и нередко плакал из-за того, что не хотел носить юбку.
23সুগিয়ামা একজন সফল উদ্যোক্তা, ফ্যাশন মডেল, বিনোদনকারী এবং জাপানের এলজিবিটি সম্প্রদায়ের মুখপাত্রে পরিণত হয়েছেন।Сейчас Сигуяма не только успешный предприниматель, но и модель, художник и представитель японского сообщества ЛГБТ [анг].
24সুগিয়ামার মন্তব্য সম্বলিত সম্পূর্ণ এফসিসিজে সংবাদ সম্মেলনটি এখানে দেখা যাবেঃНиже приведена ссылка на запись полной конференции с участием Сигуямы:
25জাপানের বিদেশী প্রতিনিধি ক্লাবে সংবাদ সম্মেলন - ফুমিনো সুগিয়ামা।Сигуяма на конференции для клуба иностранных журналистов в Японии Переводчик: Сократилина Анастасия