Sentence alignment for gv-ben-20120803-29689.xml (html) - gv-rus-20120808-17215.xml (html)

#benrus
1ইথিওপিয়া: মুসলমানদের প্রতি খ্রীস্টানদের একাত্মতার বার্তাЭфиопия: христиане солидарны с мусульманами
2ধর্মীয় কর্মকাণ্ডে সরকারের হস্তক্ষেপের অবসানের দাবীতে যখন ইথিওপিয়ার মুসলমানেরা তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, তখন স্বদেশী খ্রিষ্টানদের তরফ থেকে তাদের এই দাবীর প্রতি একাত্মতা ঘোষণা করে প্রদান করা বার্তা ইথিওপিয়ার ডিজিটাল জগতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।[все ссылки в статье ведут на англоязычные источники, если не указано иное] Пока эфиопские мусульмане продолжили мирные протесты в попытке положить конец вмешательствам правительства Эфиопии в их религиозные дела [рус], послания о единстве от их соотечественников-христиан широко распространились в цифровом пространстве страны.
3ইথিওপিয়ার মুসলমানদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করার জন্য ইথিওপিয়ার অনেক খ্রিষ্টান নাগরিক তাদের ফেসবুকের স্ট্যাটাসের পরিবর্তন ঘটিয়েছেМногие эфиопские христиане изменили статус на своей странице в Facebook для того, чтобы показать свою поддержку эфиопским мусульманам.
4এই বিষয়ে আবেইয়া তেকলেমারিয়াম-এর একাত্মতার বার্তার সারাংশ-এর চেয়ে উত্তম আর কিছু নেই:Нет лучшего итога, чем послание Аббиэ Теклемариам о единстве:
5যখন কেউ, প্রার্থনার মত আমার মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করে আমি তা পছন্দ করি না।Мне не нравится, когда кто-то топчется на моем основном праве на вероисповедание.
6যখন কেউ তার নিজস্ব সংস্করণে আমার ধর্মকে আমার কণ্ঠে উচ্চারিত করায় তখন আমি তা পছন্দ করি না।Мне не нравится, когда кто-то заталкивает свою версию религии в мое горло.
7যখন কেউ আমার নেতাদের কোন কারণ অথবা কোন বিশেষ প্রক্রিয়া ছাড়াই গ্রেফতার অথবা কারাগারে প্রেরণ করার হুমকি প্রদান করে আমি তা পছন্দ করি না।Мне не нравится, когда кто-то запугивает, арестовывает и заключает в тюрьму моих лидеров без каких-либо законных причин или отправления правосудия.
8যখন কেউ আমার প্রার্থনার স্থান নষ্ট করে আমি তা পছন্দ করি না।Мне не нравится, когда кто-то оскверняет мое место преклонений.
9যখন আমার সুন্দর এই দেশে কেউ খ্রিষ্টান এবং মুসলমানদের মাঝে সন্দেহ এবং ভয়ের আগুন জ্বেলে দেয়, তখন বিষয়টিকে আমি পছন্দ করি না।Мне не нравится, когда кто-то разжигает пламя подозрительности и страха между христианами и мусульманами в моей прекрасной стране.
10কেউ কেউ সকল সময়ের জন্য কিছু নাগরিককে বোকা বানাতে পারবে, এবং সকল নাগরিকদের কিছুটা সময় হয়ত বোকা বানানো যায়, কিন্তু সকল নাগরিকদের কেউ সকল সময় বোকা বানাতে পারবে না।Можно постоянно обманывать несколько человек, иногда можно обмануть всех, но никогда не удастся обманывать всех и всегда. Меня зовут Абиэ Теклемариам.
11আমি আবিইয়ে তেকলেমারিয়াম এবং আজকের দিনে আমি একজন মুসলমান।И сегодня Я МУСУЛЬМАНИН!
12একাত্মতার বার্তা: [আহমারিক ভাষায়] একটি অসুস্থ সরকারের প্রচারণায় আমরা বিচ্ছিন্ন হচ্ছি না।Послание солидарности [амх]: нас не разобщит пропаганда порочного правительства!
13নিজের পাবলিক ফেসবুকের পাতায় ছবি আপলোড করেছেন গেটু নিগুসি।Изображение загрузил Гету Нигусси на свою страницу в Facebook.
14“আমাদের ইথিওপিয়ার মুসলমানরা, তাদের খ্রিষ্টান ভ্রাতা ও ভগ্নিদের সম্মান করে এবং আমরা আশা করি যে সাম্প্রতিক এই লড়াই এবং সংঘর্ষ মুসলমান বনাম খ্রিষ্টানদের মাঝে এক বৃহত্তর সংঘর্ষের সৃষ্টি করবে না।Мусульмане в Эфиопии уважают своих братьев и сестер христиан, а также надеются, что недавние стычки и насилие не приведут к большим конфликтам между мусульманами и христианами.
15এই মুহূর্তে ইথিওপিয়ার জন্য আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।”У нас в Эфиопии есть другие более важные проблемы, требующие решения.
16আমি এর সাথে সম্ভবত একটি বিষয় যোগ করতে পারি যে কিছু আন্তর্জাতিক চরিত্রের নোংরা ইচ্ছা এবং আমাদের অসৎ স্বৈরশাসকদের ইচ্ছাকৃত উত্তেজনা ছড়ানোর ঘটনা সত্ত্বেও, আমরা এই দেশের নাগরিকরা দেশটির মুসলমান এবং খ্রিষ্টান সম্প্রদায়ের মাঝে কখনো হানাহানির সৃষ্টি হতে দেব না।Я могу добавить, что, несмотря на нездоровые желания некоторых «международных» деятелей и намеренные провокации наших злых диктаторов, мы, граждане нашей страны, никогда не дадим разразиться конфликту между нашими общинами мусульман и христиан.
17বাস্তবতা হচ্ছে নিজেদের মধ্যে লড়াই করার বদলে আমাদের করার মত আরো কিছু কাজ রয়েছে, যেমন স্বৈরশাসকদের উপর চড়াও হওয়া এবং আমাদের দেশ থেকে দরিদ্র দূর করা।Более того, у нас есть вещи более важные, например, избавиться от диктатора и вытащить нашу страну из бедности, а не драться между собой.
18ওবাং মেথো তার একাত্মতার বার্তায় কোরআনের একটি আয়াত যুক্ত করেছেঃ:Сообщение Обана Мето о единстве включило аят из Корана:
19মেলেস এবং তার দল টিপিএলই আমাদের কাছ থেকে প্রকৃত ইথিওপিয়াকে চুরি করে নেওয়ার এবং আমাদের মাঝে বিভক্তি তৈরির চেষ্টা করছে।Мелес и его НФОТ пытаются украсть у нас настоящую Эфиопию и разобщить нас.
20কি ভাবে তাকে আমরা আমাদের পরিবারের মাঝে বিভক্তি তৈরি করা থেকে বিরত রাখতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একই বন্ধনের মাঝে আবদ্ধ রাখতে পারি?Как мы можем остановить его от разрушения наших семей и не дать ему держать наше будущие поколение в рабстве?
21আমরা নিজেরা নিজেদের যেমনটা ভালবাসি, ঠিক সে রকম ভালোবাসা প্রতিবেশীদের প্রদর্শন করে তাকে থামাতে পারি।Мы сможет это сделать с помощью любви к нашим ближним и нам самим.
22আমরা ঘৃণা, দূর্নীতি, অন্যায়, গণহত্যা, লোভ, মিথ্যা সহ্য করার মত বিষয়কে প্রত্যাখান করে এই কাজটি করতে পারি অথবা ধৈর্য্য ধরে চুপচাপ বসে থাকতে পারি।Мы сможем это сделать, если откажемся терпеть ненависть, коррупцию, несправедливость, геноцид, жадность, ложь и бездельничество.
23যেমনটা কোরআন-এ বলা হয়েছে [২:২৬৩] বিনয়ী বাক্য এবং ক্ষমা, আহত ব্যাক্তির শুশ্রূষার চেয়ে উত্তমঃ এবং আল্লাহ স্বনির্ভর ও ধৈর্য্য ধারণকারী।В Коране написано [аят 2:263]: «Речь добрая и прощение - лучше, чем милостыня, за которой следует обида. Поистине, Аллах богат, кроток!»
24টুইটারে ওয়েলানাসা আসরাত নামক ভদ্রমহিলা তার স্বদেশী মুসলমান সম্প্রদায়কে পরামর্শ প্রদান করেছে, যেন তারা তাদের প্রতিবাদ চালিয়ে যায়, ভদ্রমহিলা টুইট করেছে:В Twitter. Веланса Асрат порекомендовала ее мусульманским соотечественникам продолжить свои протесты: Она пишет:
25@ডিআর_আসরাত:ইথিওপিয়ার মুসলমানেরা আপনারা আপনাদের প্রতিবাদ চালিয়ে যান এবং জেনে রাখুন সারা বিশ্বের খ্রিষ্টানরা আপনাদের প্রতি সমর্থন প্রদান করছে-শত শত বছর ধরে অব্যহত ভাবে চলতে থাকা ভালোবাস এবং শ্রদ্ধা আমাদের মাঝে বজায় রয়েছে।@Dr_Asrat: Эфиопия #эфиопомусульмане продолжайте протесты. Знайте, что христиане со всего мира вас поддерживают.
26ইথিও-মুসলিম নামক হ্যাশট্যাগের প্রভাব পরিমাপ করার জন্য মোহাম্মদ আদেমো হ্যাশট্র্যাকিং ব্যাবহার করেছে :Желаю столетий любви и уважения между нами. Мухамед Адемо использовал HashTracking, чтобы исследовать воздействие твитов с эфиопо-мусульманским хештегом:
27@ওপ্রাইড: #ইথিওমুসলিম-এ ৩২৩টি টুইট এতে যুক্ত হয়েছে, এটি ১৪০,০০০ হাজার দর্শক+ একটি মনোভাবের সৃষ্টি হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে এটি ৫০, ৫৭১ জন অনুসারী সৃষ্টি করেছে, যা ভায়া@হ্যাশট্রাকিং-এর মাধ্যমে জানা যাচ্ছে।@OPride: 323 твитта с хештегом #Эфиопомусульмане собрало 140к+ откликов/лайков, достигнув 50 671 последователей в течении 24 часов через @hashtracking
28ছয় মাস ধরে ইথিওপিয়ার চলা মুসলমানদের প্রতিবাদ ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও তা চলবে।Мирному протесу эфиопских мусульман уже полгода, и он еще продолжается.
29জনসংখ্যার দিক দিয়ে ইথিওপিয়ায় খ্রিষ্টানদের পরে মুসলমানদের অবস্থান।Ислам является второй наиболее распространенной религией в Эфиопии после христианства.
30ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য অনুসারে ইথিওপিয়া “প্রথম অভিবাসন বা হিজরতের স্বর্গ” নামে পরিচিত।В исламской истории и традиции Эфиопия известна как «пристанище первого переселения или хиджры».