Sentence alignment for gv-ben-20111122-21421.xml (html) - gv-rus-20111122-7271.xml (html)

#benrus
1ইউক্রেন: স্টারবাকস, সামাজিক প্রচার মাধ্যম বিপণন এবং “ভাষা সমস্যা”Украина: Starbucks, маркетинг в социальных сетях и “языковая проблема”
2গত মাসে, এক ইউক্রেনের স্টারবাকসের এক ভূয়া ফেসবুক পাতা ইউক্রেনের ইন্টারনেট জগতে এক কেলেঙ্কারির সৃষ্টি করে।В прошлом месяце ненастоящая страница Starbucks Ukraine в Фейсбуке стала причиной скандала в украинском интернете.
3স্টারবাকস হচ্ছে জনপ্রিয় এক কফি এবং কফিখানা, যার বিশ্বের বিভিন্ন দেশে শাখা রয়েছে। সাথে সাথে জনপ্রিয় হয়ে ওঠা এই ফেসবুকের পাতার এডমিনিস্ট্রেটর ইউক্রেনের বাজারে এই কোম্পানীর প্রবেশের কথা ঘোষণা করে।Администраторы резко набравшей популярность страницы объявили, что международная сеть кофеен Starbucks объявила о предположительном выходе на украинский рынок, а затем опубликовали заметку, которая показалась оскорбительной многим пользователям украинского интернета.
4পরে এই পাতায় একটি লেখা পোস্ট করে, ইউক্রেনের অনেকে নেট নাগরিক এই লেখার ভাষাকে আক্রমণাত্মক বলে মনে করছেন।
5ওয়াচার.
6কম. ইউএ উক্ত লেখার একটি কপি সরবরাহ করেছেন [রুশ ভাষায়]:Копия заметки приводится сайтом Watcher.com.ua:
7প্রিয় স্টারবাকস ইউক্রেনের সমর্থকরা!Уважаемые поклонники Starbucks Ukraine!
8এই পাতার এডমিনিস্ট্রেটর সকল লেখা রুশ ভাষায় প্রকাশিত হবে কারণ এই পাতার বেশীর ভাগ সমর্থক (সাবস্ক্রাইবার) রুশভাষী।Страничка будет вестись на русском языке только потому, что большинство наших подписчиков - русскоязычные.
9আমরা আসলে কোন ভাবে ইউক্রেনের নাগরিকদের আহত করতে চাই না। এই ব্রান্ডের সমর্থকদের ভাষায় কথা বলা অথবা এক সংঘর্ষের প্ররোচনা তৈরি করা।Мы ни в коем случае не хотим обидеть украиноязычных поклонников бренда или спровоцировать этим конфликт.
10আপনি যে কোন ভাষায় এই পাতায় লেখা পোস্ট করতে পারেন, এমনকি সোওয়াহিলি ভাষাতেও।Высказываться на стене вы можете хоть на суахили.
11স্টারবাকস হচ্ছে একটি আন্তর্জাতিক কোম্পানী- আমরা বিশ্বের সকল ভাষা অনুধাবন করতে সক্ষম।Starbucks - международная компания, мы понимаем любой язык.
12আপনার দিনটি সুন্দর কাটুক!Хорошего дня!
13ফেসবুকের ক্ষুব্ধ ব্যবহারকারীদের শত শত নেতিবাচক মন্তব্য এবং আবেদনে এই পাতা ভরে গেছে।Разгневанные пользователи Фейсбук оставили на странице сотни злобных комментариев и обращений.
14টিভির উপস্থাপক ওলেকজান্ডার জিনচেঙ্কো এখানে এ রকম একটি আবেদন করেছেন [রুশ ভাষায়]:Вот одно из таких обращений [анг], оставленное телеведущим Олександром Зинченко:
15প্রিয় মহাশয়/ মহাশয়াУважаемый господин/госпожа,
16আমার আবেদন স্টারবাক ইউক্রেন অফিসের প্রতি ( আমি জানি না, এটি রাশিয়ার অফিসের সাথে যুক্ত নাকি এর অফিস আলাদা)। স্টারবাকস ইউক্রেনের ফেসবুকের পাতার সকল তথ্য রুশ ভাষায় প্রদান করা হয়েছে।Мое обращение относится к украинскому офису (не знаю, единый ли или раздельный офис у компании в России и Украине).
17সেখানে এই বলে সকল লেখা রুশ ভাষায় প্রকাশ করা হয়েছে যে ইউক্রেনের সকল নাগরিক রুশ ভাষা বোঝে এবং তাদের জন্য এ সব তথ্যকে ইউক্রেনের নিজস্ব ভাষায় অনুবাদ করার দরকার নেই, এ ছাড়া এখানে এ রকম এক নিন্দাসূচক মন্তব্য করা হয়েছে যে: এমনকি যদি কেউ রুশ ভাষা ব্যবহার করতে না চায়, তাহলে সে তার অভিযোগ সোওয়াহিলি ভাষায়ও করতে পারে- আমরা কোন কিছুই পরোয়া করিনা।Фейсбук-страница Starbucks Ukraine велась на русском языке под предлогом того, что все ее читатели понимают этот язык, и им не требуется перевода на официальный украинский язык. Кроме того, в данной связи был опубликован оскорбительный комментарий о том, что если пользователи не хотят использовать русский, можно писать свои жалобы даже на суахили - администраторам все равно.
18অন্য নেট নাগরিকরাও এই ঘটনায় ক্ষুব্ধДругие пользователи интернета также были недовольны.
19টুইটার ব্যবহারকারী @পভনাটোরবা লিখেছেন [ইউক্রেনীয় ভাষায়]:Пользователь Твиттера @povnatorba написал [анг]: Украинофобия в Старбакс Украина
20স্টারবাক ইউক্রেন এখন ইউক্রেন আতঙ্কে ভুগছে http://povnatorba.com/ukrajinofoby-v-starbucks-ukraine/http://povnatorba.com/ukrajinofoby-v-starbucks-ukraine/
21শীঘ্রই ফেসবুক থেকে এই পাতা সরিয়ে ফেলা হয়।Вскоре администрация Фейсбук заблокировала страницу.
22যুক্তরাষ্ট্রে স্টারবাক অফিস নিশ্চিত করেছে যে এটা আসলে ছিল একটা ভূয়া পাতা। তবে ব্লগোরিডার.Американский офис Starbucks подтвердил, что в действительности эта страница была ненастоящей.
23অর্গ. ইউএ [ইউক্রেনীয় ভাষায়]-এর লেখক শেরহি পিসোকোভৎসির বিশ্লেষণ অনুসারে [ইউক্রেনীয় ভাষায়] ইউক্রেনে এই বিষয় অতি সাধারণ যে অতি পরিচিত বিদেশী ব্র্যান্ডগুলো সামাজিক প্রচার মাধ্যমে তাদের একাউন্ট রুশ ভাষায় পরিচালিত করে থাকে।Несмотря на это, данные анализа [укр] Сергия Пищковция, опубликованного на Blogoreader.org.ua, показывают, что украинские и иностранные бренды зачастую представлены в социальных сетях именно на русском языке.
24তার এই তালিকা [ ইউক্রেন, রুশ এবং ইংরেজী ভাষায়] পরিস্থিতিকে তুলে ধরছে:Таблица ниже иллюстрирует [укр, рус, анг] сложившуюся ситуацию:
25পিসোকোভৎসি লিখেছে [ইউক্রেনীয় ভাষায়]:Пищковций пишет [укр]:
26আমি এই বিষয়টি উপলব্ধি করতে পারি যে হয়ত ব্যবসা করার ক্ষেত্রে ( অথবা নিশ্চিত ভাবেই নয়) সবকিছু প্রতিনিধিত্বশীল নয়- কোম্পানীর ব্যবসা করার ক্ষেত্র এবং পরিমাপ অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন।Я понимаю, что выборка компаний может не быть (или даже не является) репрезентативной - компании представляют разные сферы деятельности и размеров.
27তবে তথাকথিত “ভাষার এই বিষয়টি” আমাদের চোখ খুলে দিয়েছে: মাত্র তিনটি কোম্পানী সনি এরিকসন, ম্যাকডোনাল্ড এবং পেপসি, তাদের সামাজিক প্রচার মাধ্যমের একাউন্ট [ তাদের কর্মকাণ্ড এবং তথ্যাদি] বিশেষভাবে ইউক্রেনীয় ভাষায় পরিচলনা করে থাকে।Однако, она указывает нам на так называемый “языковой вопрос”: только три компании - Sony Ericsson, McDonald's и Pepsi ведут свои страницы исключительно на украинском.
28এখানে কৌতূহলের বিষয় হচ্ছে, এদের কেউ এখনো ইউক্রেনে নিজস্ব অফিস চালু করেনি।Интересно, что ни одна из них не является украинской компанией.
29পিসোকোভৎসি উপসংহার টেনেছে এভাবে [ইউক্রেনীয় ভাষায়] যে মনে হচ্ছে না রুশোফোন সামাজিক প্রচার মাধ্যম ( রুশোফোন সোশাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম) একাউন্ট একাই ইউক্রেনীয় ভাষার ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সমস্যার সৃষ্টি করছে।Пищковский приходит к выводу [укр], что маркетинг в социальных сетях исключительно на русском языке не настраивает против себя украинскую интернет-аудиторию.
30তবে, নিঃসন্দেহে, যে ভাষায় তারা তাদের কর্মকাণ্ড তুলে ধরছে, সে ভাষা যদি জোরালো ভাবে নিজেই নিজেকে না তুলে ধরে, সেটাই হবে সবচেয়ে বড় সমস্যা।Кроме тех случаев, когда языком, на котором они ведутся, агрессивно хвалятся.