# | ben | rus |
---|
1 | ম্যাসেডোনিয়ার একটিভিস্টরা এক প্রতিবাদ হিসেবে সরকারকে “বেড়া দিয়ে ঘিরে ফেলেছে” | Македонские активисты «отгораживаются» от правительства в знак протеста |
2 | ছবি ভানকো ডামবাস্কির, অনুমতিক্রমে প্রকাশিত। | Фотограф Vanco Dzambaski, используется с разрешения. |
3 | স্কোপজার সরকারি ভবন, এবং একই সাথে অন্যান্য দেওয়ালের চারপাশের লোহার বেড়া প্রদানের সরকারি সিদ্ধান্তে ম্যাসেডোনিয়ার নাগরিক একটিভিস্ট প্ল্যাটফর্ম আজডে হাজডের একটিভিস্টরা এর সংসদের চারপাশে এক বেড়ার দেওয়াল উদ্বোধন করে এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করেছে। | Активисты из македонской гражданской платформы Ajde-Hajde отреагировали на решение правительства воздвигнуть железное ограждение вокруг главного правительственного здания в Скопье, а также на все другие возведённые законодателями в Македонии стены, открытием собственной. |
4 | সাধারণত প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েভস্কি সারা ম্যাসেডোনিয়ার শহর ও গ্রামে যে ভাবে ফিতা কাটেন তার মত এক দৃশ্যের অবতারণা করে, আজ এক বিশাল এক আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়ের অবতারণা করে একটিভিস্টরা সংসদ ভবনের সামনে এক বিশাল কার্ডবোর্ড স্থাপন করে, যেখানে লেখা ছিল “ আমরাও তোমাদের ঘিরে ফেলেছি”। | 13 сентября, с захватывающим великолепным открытием, напоминающим об обычных для премьер-министра Николы Груевского перерезаниях красных ленточек в городах и деревнях Македонии, активисты поместили напротив здания правительства гигантский картонный плакат с надписью: «Мы тоже отгораживаемся от вас!» |
5 | এই সাইনবোর্ডে লেখা রয়েছে “ বেড়া দিয়ে দেওয়া হয়েছে” এর মাধ্যমে এই শব্দ নিয়ে খেলা হয়েছে যাতে “বেড়া দিয়ে দেওয়া” শব্দটি এখানে দূরত্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। | Фотограф Vanco Dzambaski, используется с разрешения. Плакат содержит игру слов, используя слово «отгораживаться» в значении «дистанцироваться». |
6 | সাম্প্রতিক সময়ে বিরোধী দলের নেতাদের মাধ্যমে ফাঁস হয়ে পড়ে অবৈধ টেলিফোন আলাপচারিতার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই আলাপচারিতার কিছু উদ্ধৃতি একটিভিস্টরা সাথে বহন করে, যাকে ম্যাসেডোনিয়ার কথ্য ভাষায় বলা হচ্ছে “বোমা”। | В напоминание активисты также вынесли плакаты с цитатами из нескольких записей нелегальной прослушки, слитых в последние месяцы лидерами оппозиции. В Македонии их часто называют «бомбами». |
7 | উন্মোচিত হয়ে পড়া এই কথোপকথনে ধরা পড়েছে যে ম্যাসেডোনিয়ার বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা এবং রাজনীতিবিদ ক্ষমতার অপব্যবহার করছে, তারা গুরুত্বপূর্ণ কিছু অপরাধের ঘটনা এবং নির্বাচনী প্রতারণা আড়াল করার বিষয়ে আলোচনা করছে, পাশাপাশি টেলিফোনের আলোচনায় তারা বিভিন্ন ধরণের দূর্নীতির চুক্তি করছে। | Опубликованные записи поймали нескольких чиновников верхнего эшелона страны на злоупотреблении полномочиями, обсуждении покрытия крупных преступлений и мошенничества на выборах, а также заключении множества коррупционных сделок через телефонные разговоры. |
8 | এই ঘটনা নিয়ে তোলা আরো কিছু দেখুন এখানে। | Больше фотографий можно увидеть здесь. |