# | ben | rus |
---|
1 | সোচি অলিম্পিকের ৯৯টি সমস্যা | 99 проблем Сочи |
2 | অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের একটি গোলক খুলতে ব্যর্থ হয়েছে - যা চমৎকার শৈল্পিক নিদর্শনের মাঝে একটি গৌণ বিপত্তি। | На церемонии открытия Олимпийских игр не раскрылось одно из колец - незначительная задержка многим подпортила впечатление виртуозного представления. |
3 | ইউটিউব স্ক্রিনশট থেকে নেওয়া। | Скриншот с YouTube. |
4 | গত সপ্তাহে বিদেশী সাংবাদিকেরা সোচিতে পৌছেছেন। তারা টুইট করেছেন এবং অসমাপ্ত স্থাপনাগুলোর ছবি পোস্ট করেছেন। | На последней неделе иностранные журналисты прибыли в Сочи, и твиты и фотографии недоделок быстро стали одними из основных предметов статей на Западе и в России. |
5 | এই পোস্ট এবং ছবিগুলো দ্রুত পশ্চিমা দেশগুলোতে এবং খোদ রাশিয়াতে খবরের কাগজের শিরোনামে পরিণত হয়েছে। | Журналисты жаловались на всё, от ржавой воды и до сломанных дверных ручек. |
6 | সাংবাদিকেরা নোংরা পানি থেকে শুরু করে দরজার নড়বড়ে হাতল পর্যন্ত সবকিছু সম্পর্কে অভিযোগ করেছেন। | Был создан твиттер-аккаунт @SochiProblems [ПроблемыСочи], где размещаются насмешки над якобы катастрофической олимпиадой, проходящей в России. |
7 | রাশিয়ান শীতকালীন অলিম্পিক গেমসের নজিরবিহীন দূর্যোগ নিয়ে পরিহাস করে @সোচিপ্রবলেমস নামে একটি টুইটার একাউন্ট খোলা হয়েছে। | |
8 | উদাহরণস্বরূপ বলা যায়, সিএনএনের একজন রিপোর্টার অভিযোগ করেছেন যে তাঁর দলের জন্য বরাদ্দ দেয়া কক্ষগুলোর মধ্যে কেবল একটি পেয়েছেন তারা। | |
9 | তিনি তাঁর হোটেল কক্ষে খুলে যাওয়া পর্দার রড দেখিয়ে তাঁর নিজের তোলা একটি ছবি পোস্ট করেছেনঃ এ পর্যন্ত @সোচি২০১৪ থেকে তাদেরকে এই একটি হোটেল কক্ষই বরাদ্দ দেয়া হয়েছে। | К примеру, один репортёр CNN пожаловался, что только один из забронированных его группой номеров оказался доступен, и выложил свою фотографию в гостиничном номере, в котором упала гардина: |
10 | সোচি অলিম্পিক যেন কোন রকমে পা টেনে টেনে চলতে চাচ্ছে। | Вот один из номеров @Сочи2014, что нам дали. |
11 | এই নেতিবাচক প্রচার প্রচারণা নিয়ে অনেক রাশিয়ানই একেবারেই অসন্তুষ্ট। | Кавардак. Многие россияне более чем недовольны негативными сообщениями. |
12 | একজন ব্লগার অভিযোগ [রুশ] করে বলেছেন যে রিপোর্টার নিজেই হয়তোবা একটি নেতিবাচক খবর প্রচারের উদ্দেশ্যে নিজেই ইচ্ছাকৃতভাবে এটি ভেঙ্গেছেনঃ | |
13 | […] এই ব্যক্তি হয়তোবা নিজেই রডটি ভেঙ্গেছেন এবং এখন পুতিন সরকারের নৈতিক অবক্ষয় সম্পর্কে সবাইকে দেখাচ্ছেন। | Один блогер утверждает, что журналист мог сам нанести повреждения, чтобы создать громкую историю: |
14 | এরই মধ্যে, গত বুধবারে লেভাদা সেন্টার একটি জনমত জরিপের [ইংরেজী] ফলাফল প্রকাশ করেছে। | […] гражданин, скорее всего, сам отломал держатель карниза, и теперь всем демонстрирует моральное убожество режима резидента Путина. |
15 | সেখানে দেখা গেছে, শতকরা ৫৩ ভাগ রাশিয়ান নাগরিক রাশিয়ার সোচিতে অলিম্পিক আয়োজন করার বিষয়টিকে অনুমোদন দিয়েছে। | Между тем, опрос от Левада-центр, опубликованный в среду, показал, что 53% россиян одобряет проведение зимней олимпиады в Сочи. |
16 | তথাপি, জরিপে অংশগ্রহণকারী শতকরা ৩৮ ভাগ লোক এটাও মনে করে যে, এই খেলাটির প্রধান কারণ হচ্ছে দূর্নীতি। মনে হচ্ছে, রুনেট এই ধারণাকে সমর্থন জানাচ্ছে। | Однако, 38% опрошенных думают, что главной причиной проведения игр в России стала возможность отмыть деньги из бюджета. |
17 | অনেকেই মনে করেন, এই ধরনের সমালোচনা বেশ তাৎপর্যপূর্ণ এবং বেশ জরুরি। | Ситуация в Рунете подтверждает существование обоих этих чувств. |
18 | অন্যদিকে অন্যান্যরা (বিশিষ্ট লেখক বরিস আকুনিন [রুশ]) মনে করেন, জনগনের উচিৎ এই সমস্যাগুলোকে একপাশে রেখে ক্রীড়াবিদদের সমর্থনের প্রতি বেশী মনোযোগ দেয়া। | |
19 | ডেমভাইবোরের কিরিল শুলিকা অনুভূতি প্রকাশ করা এবং সমালোচনা করার গুরুত্ব সম্পর্কে তাঁর ফেসবুকে লিখেছেন [রুশ]। অন্যভাবে তিনি লিখেছেনঃ | Многие считают, что критика справедлива и необходима, тогда как другие (как известный писатель Борис Акунин) думают, что люди должны сосредоточиться на поддержке спортсменов, игнорируя проблемы. |
20 | যথাযথভাবে সমস্যাটি হচ্ছে যে এ সকল ষড়যন্ত্র নিয়ে কথা বলা এবং অলিম্পিকের কোনরকম ক্ষতি করার ইচ্ছা খুব বিপদজনক। | Член партии “Демократический выбор” Кирилл Шулика написал в Фейсбуке о важности открытости и критики: |
21 | কারণ, অবশেষে সবকিছু একই রকম থাকবে। নোংরা পানি, কোন ঝর্ণা না থাকা বা রাশিয়ান নাগরিক, যারা সবকিছুর মর্যাদাহানির পরেও বিভিন্ন খেলা দেখতে গিয়ে ফিরে এসেছে, আমি সে সব প্রসঙ্গে অতিরিক্ত খরচের কথা বলছি। | Проблема-то тут как раз в том, что все разговоры о заговорах и желании навредить в проведении Олимпиады опасны тем, что и дальше все будет то же самое. |
22 | রাশিয়ার নাগরিকদের কাছে কেনা টিকিট থাকা সত্ত্বেও তাদেরকে মাঠে প্রবেশ করতে দেয়া হয়নি। | |
23 | ব্লগার এবং এলেক্সি নাভালনির ডান হাত লিওনিড ভলকোভও এটা অনুভব করেন [রুশ] যে সমালোচনার নেতিবাচক প্রতিক্রিয়া সীমারেখা ছাড়িয়ে গেছেঃ @সোচিপ্রবলেমে কোন অশোভন কথা লেখা হয়নি। | Я имею в виду гигантские затраты и при этом ржавую воду, отсутствие душа или наличие граждан России, которым в нарушении всего отказано в посещении соревнований, несмотря на купленные билеты. |
24 | এখানে অসমাপ্ত কোন কিছুর সম্পর্কে কোন ভয়ঙ্কর কিছু লেখা হয়নি। এখানে কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। | Блогер и сотрудник Алексея Навального Леонид Волков также считает, что негативная реакция на критику выходит за возможные пределы: |
25 | বক্তব্য জোরালো করার জন্য নিজ চিন্তার সম্পূর্ণ বিপরীত কিছু বলে মনোভাব ব্যক্ত করতে গেলে, যা শোচনীয়ভাবে খারাপ এবং লজ্জাজনক, তা অবিশ্বাস্যভাবে লজ্জাজনক হয়ে ওঠে। | Ничего обидного нет ни в @SochiProblems, ничего страшного нет в том, что какие-то вещи не доделаны, и какие-то косяки случаются. |
26 | এসব বিষয়ে অপর্যাপ্ত প্রতিক্রিয়ায় সবাই “শত্রুরা” এবং “ষড়যন্ত্র” শিরোনামগুলো বেশী খোঁজে। | |
27 | “সাংবাদিক, যারা ইচ্ছাকৃতভাবে দরজার হাতল ভেঙ্গেছে” শিরোনাম সম্পর্কে লেখাগুলো লোকেরা আরও বেশী খুঁজতে শুরু করে। | Страшна и позорна, невероятно постыдна только неадекватная реакция на иронию - поиск “врагов” и “заговоров”, истории про “журналистов, которые специально отрывают дверные ручки.” |
28 | যতো যাই ঘটুক, ভলকোভ বলেছেন, তিনি এখনও খেলা দেখবেন। | Несмотря на это, пишет Волков, он будет смотреть эти игры. |