# | ben | rus |
---|
1 | মিশর: রাষ্ট্রপতির প্রাসাদ প্রাচীরে দেওয়াল লিখন | Египет: граффити на стенах президентского дворца |
2 | মিশরে বিপ্লবী চেতনা চকচকে হয়ে উঠছে বলে মনে হচ্ছে। ধন্যবাদ রাষ্ট্রপতি মোহাম্মদ মোর্সির ক্ষমতা দখলকে - তার সাম্প্রতিক সিদ্ধান্ত তাকে ব্যাপক সিদ্ধান্ত-নেওয়ার ক্ষমতা দিয়েছে। | Похоже, что в Египте дух революции накрепко засел благодаря захвату власти [анг] президентом Мухаммедом Мурси, а точнее благодаря его недавнему постановлению, которое наделяет его неимоверно широкими полномочиями по принятию решений. |
3 | এই সিদ্ধান্ত দেশব্যাপী বিক্ষোভ উস্কে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাষ্ট্রপতি প্রাসাদের চারিদিকে অনুষ্ঠিত একটি অবস্থান ধর্মঘট। | Фотограф Джонатан Рашад [анг], который активно использовал свою камеру, чтобы запечатлеть главные события с начала египетской революции, поделился на своем Flickr-аккаунте следующими фотографиями граффити, отображающих историю. |
4 | মিশরীয় বিপ্লবের শুরু থেকে ক্যামেরার মাধ্যমে সমস্ত প্রধান প্রধান ঘটনা নথিবদ্ধ করা আলোকচিত্রশিল্পী জোনাথন রাশাদ নিচের ছবিগুলো ভাগাভাগি করেছেন, যেগুলো সেই গল্পটি বলছে তার ফ্লিকার অ্যাকাউন্টে। | |
5 | নির্বাচিত কয়েকটি এখানে দেওয়া হলো: | Вот некоторые из них: |
6 | দেওয়াল লিখনে রাষ্ট্রপতি মোর্সিকে একটি রক্তের সমুদ্রে সাঁতার কাটা একটি অক্টোপাস হিসেবে দেখানো হয়েছে। | Граффити, изображающее Мухаммеда Мурси в виде осьминога, плавающего в море крови. |
7 | (সিসি বাই-এনসি-এসএ ২. | (CC BY-NC-SA 2.0) |
8 | ০) ‘ভেড়াদের ছাড়ো', মুসলিম ব্রাদারহুডের আচরণকে একটি পালের মতো ইঙ্গিত করে রাষ্ট্রপতি মোর্সিকে নির্দেশ করা হয়েছে। | “Уходи, овца” - обращение к президенту Мурси, при этом намек на стадное поведение “Братьев-мусульман”. |
9 | (সিসি বাই-এনসি-এসএ ২. | (CC BY-NC-SA 2.0) |
10 | ০) ‘চলে যাও, গাধা' ‘জারজ' (সিসি বাই-এনসি-এসএ ২. | “Уходи, идиот” “Незаконно” (CC BY-NC-SA 2.0) |
11 | ০) সামরিক পুলিশকে চিত্রায়ণ, মিশরের ক্রান্তিকালে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লংঘনের অভিযোগ করে (সিসি বাই-এনসি-এসএ ২. | Образ военной полиции, обвиняемой в совершении грубых нарушений прав человека в отношении протестующих во время переходного периода в Египте. (CC BY-NC-SA 2.0) |
12 | ০) প্রাসাদের সামনের অবস্থান ধর্মঘটটি আক্রান্ত হয়েছে ৫ই ডিসেম্বর তারিখে। এতে ৬ জন মারা যায় এবং আহত হয় আরো অনেকে। | Нападение на сидячую забастовку перед дворцом 5 декабря закончилось смертью шестерых и ранениями многих. |
13 | মোর্সি সমর্থকদের হাতে মোর্সি-বিরোধী বিক্ষোভকারীদের অত্যাচারিত হওয়ার সাক্ষ্য-প্রমাণ পরবর্তীতে সামনে আসতে থাকে। | Свидетельства того, что протестующие против Мурси были повергнуты пыткам [анг], начали всплывать позже. |
14 | বিক্ষোভকারীদের সামনে এগিয়ে যাওয়া প্রতিরোধের জন্যে প্রাসাদের চারিদিকে বিভিন্ন রকম দেওয়াল তোলা হয়। | Вокруг дворца были возведены различные стены для защиты от протестующих. |
15 | এসব দেওয়ালগুলিও দেওয়াল লিখন শিল্পীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। | Эти стены также стали объектом «нападения» для граффити-художников. |
16 | ”তোমার দেওয়াল বিপ্লবীদের হাত থেকে তোমাকে রক্ষা করবে না' (সিসি বাই-এনসি-এসএ ২. ০) | “Твои стены не защитят тебя от революционеров”. (CC BY-NC-SA 2.0) |