# | ben | rus |
---|
1 | তিউনিসিয়ার সউসে অবকাশযাপন কেন্দ্রে সন্ত্রাসী হামলায় ২৮ জন নিহত | |
2 | সউসে বন্দুকধারীদের গুলিতে ২৮ জন নিহত হওয়ার পর পুলিশি তৎপরতা। | Двадцать восемь убитых при нападении на курорте в Сусе, Тунис |
3 | নিহতের বেশিরভাগই বিদেশী পর্যটক। এ সময়ে তারা সৈকতে অবস্থান করছিলেন। | Полицейское подкрепление на пляже в Сусе после убийства вооруженными преступниками 28-и человек, в основном туристов. |
4 | ছবি সৌজন্যে সাবের বিন হাসান। | Фото: Сабер бен Хасен. |
5 | টুইটারে শেয়ার করেছেন সুবারুপ্লাস। | |
6 | কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। | Распространено в Twitter @subaruplus. |
7 | এদের বেশিরভাগই বিদেশী পর্যটক। পর্যটন শহর হিসেবে পরিচিত সউসে বন্দুকধারীরা গোলাগুলি শুরু করলে তারা নিহত হন। | Не менее 28 человек, в основном иностранных туристов, были убиты, когда преступники открыли огонь на пляже в курортном городе Сус, расположенном в 140 км к югу от столицы Туниса. |
8 | শহরটি তিউনিসিয়ার রাজধানী থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পর্যটন মন্ত্রণালয়: ২৭ জন মারা গেছে। | Министерство туризма: #Tunisia [Тунис] #SousseAttack [Нападение в Сусе] 27 погибших и 18 раненых в основном из #germany [Германия] #Belgium [Бельгия] #UnitedKingdom [Великобритания] #russia [Россия] |
9 | আহত হয়েছেন ১৮ জন। এদের বেশিরভাগই জার্মানি, বেলজিয়াম, যুক্তরাজ্য, রাশিয়ার নাগরিক। | Полицейские убили одного из нападавших, в то время как местные СМИ сообщили об аресте еще одного подозреваемого. |
10 | পুলিশ বন্দুকধারীদের একজনকে হত্যা করেছে। | #BREAKING #Sousse #Tunisia Второй подозреваемый в террористическом нападении был арестован |
11 | অভিযুক্ত একজনকে আটক করার কথা স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ব্রেকিং নিউজ: সন্ত্রাসী হামলার সাথে জড়িত দ্বিতীয় অভিযুক্তকে আটক করা হয়েছে। | Это второе нападение на иностранных туристов за последние четыре месяца, когда боевики убили 22 туриста и полицейского при нападении в музее Бардо в столице Туниса 18 марта. |
12 | এ নিয়ে চার মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো বিদেশী পর্যটকদের ওপর আক্রমণের ঘটনা ঘটলো। | |
13 | এর আগে ১৮ মার্চে তিউনিসিয়ার রাজধানী তিউনিসের বার্দো জাদুঘরে সন্ত্রাসীরা আক্রমণ করে ২২ জন পর্যটককে হত্যা করে। | |
14 | এ বিষয়ে আরো বিস্তারিত সংবাদ জানতে আমাদের গ্লোবাল ভয়েসেস চেকডেস্ক দেখুন: তিউনিসিয়া: সউসের পর্যটকদের হোটেলে সন্ত্রাসী হামলা | |
15 | তবে এ হামলার দায়দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। | Пока никто не взял на себя ответственность за нападение. |
16 | ২০১২ সালে পুলিশ ও সরকারি বাহিনীর ওপর হামলার দায়দায়িত্ব স্বীকার করেছিল ওকবা ইবনে নাফে ব্রিগেড। | Но с 2012 года вооружённая группировка «Окба Ибн Нафаа», группировка, связанная с «Аль-Каидой» в странах исламского Магриба (АКИМ), провела ряд смертельных нападений против полиции и вооруженных сил. |
17 | এরা আল কায়েদা ইন ইসলামিক মাঘরেব (একিউআইএম)-এর সাথে যুক্ত। | ISIS также объявила о своей ответственности за нападение в музее Бардо в марте. |
18 | তাছাড়া মার্চে বার্দো জাদুঘর হামলার দায়দায়িত্ব আইএসআইএস স্বীকার করেছিল। | Это спланированное нападение, возможно, совершенное под флагом #ISIS, в 3 странах, на 3 континентах: #France [Франция], #Kuwait [Кувейт] и #Tunisia [Тунис]. |
19 | এটি একটি সমন্বিত আক্রমণ। | Переводчик: Марина Дымова |
20 | আক্রমণকারীরা খুব সম্ভবত আইএসআইএস-এর পতাকাধারী। | |
21 | তিন মহাদেশের তিনটি দেশে ফ্রান্স, কুয়েত এবং তিউনিসিয়ায় আক্রমণের ঘটনা ঘটেছে। | |