Sentence alignment for gv-ben-20140521-43232.xml (html) - gv-rus-20140514-29080.xml (html)

#benrus
1সম্পত্তি ফিরে পেতে ম্যাসেডোনিয়ার এক নাগরিকের ৬৫ বছরের লড়াই65-летняя битва одного македонца за возвращение его собственности
2মেসিডোনিয়ার এক ব্লগার এবং একটিভিস্ট, দুশকো ব্রাঙ্কোভিকজ-এর [ম্যাসেডোনিয়ান ভাষায়]- দুর্দশার কাহিনীর প্রতি সবার মনোযোগ আকর্ষণ করছে।Македонский блогер и активист привлёк внимание к бедственному положению Душко Бранковикю [мак].
3বিগত ৬৫ বছরে রাষ্ট্র দুবার ব্রাঙ্কোভিকজ-এর সম্পত্তি অধিগ্রহণ করে নেয়, যদিও এখন পর্যন্ত সকল মামলায় তার জয় হয়েছে, কিন্তু তারপরে ম্যাসেডোনিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আদালতের রায় বাস্তবায়নে এবং উক্ত ব্যক্তির সম্পত্তি তাকে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে।Собственность Бранковикю была национализирована государством дважды [мак] за последние 65 лет, и хотя на сегодняшний день он выиграл все судебные процессы по этому вопросу, македонские государственные институты не выполнили приговоры и не вернули его собственность.
4এই বয়স্ক ব্যক্তিটি প্রতিদিন স্কোপিয়ের এক নিম্ন আদালতের সামনে প্রতিবাদ করে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে সে স্ট্রাসবুর্গে অবস্থিত ইউরোপীয় মানবাধিকার আদালতে আপীল করার পরিকল্পনা করছে।Пожилой человек по-прежнему протестует в суде первой инстанции в Скопье и планирует обратиться в Европейский суд по правам человека в Страсбурге.
5ম্যাসেডোনিয়ার একটিভিস্ট নিকোলা পিসারেভ একটি ছবি পোস্ট করেছে, তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি হাতে লেখা একটি পোস্টার ধরে আছে, যেখানে লেখা “কি ভাবে সর্বোচ্চ আদালতের রায়ের চেয়ে পৌরসভার সিদ্ধান্ত শক্তিশালী হয়।Македонский активист Никола Писарев опубликовал фото человека с рукописными плакатами со следующими надписями: “Как муниципальное решение может быть сильнее решения Верховного суда? Так может быть с таким Верховным судом.
6এই ধরনের বিচার দেশটিকে ইউরোপীয় ইউয়িনের অংশে পরিণত করার বদলে মঙ্গল গ্রহের অংশ পরিণত করবে!С таким правосудием мы окончим на Марсе вместо ЕСI!
7সর্বোচ্চ আদালতকে হতে হবে অন্যায় দূর করা একটি প্রতিষ্ঠান, হাস্যকর কোন কিছু নয়।”:Высший суд должен быть корректором, а не карикатурой”:
8ম্যাসেডোনিয়ার স্কোপিয়ের সুপ্রীম কোর্টের সামনে প্রবীণ নাগরিক ব্রানকোভিকজ প্রতিবাদ জানাচ্ছে।Пожилой Бранковикю протестует перед Высшим судом в Скопье, Македония.
9ছবি আলেকজান্ডার পিসারেভ-এর। অনুমতিক্রমে প্রকাশিত।Фото Александра Писарева, использовано с разрешения.
10পিসারেভ একই সাথে ছবির বিষয়ে তার ব্লগে আরো ব্যাখ্যা প্রদান করে:Писарев также написал в блоге следующее пояснение к фотографии:
11একজন ব্যক্তির কর্মকাণ্ড প্রায়শ শুরু হয় ব্যক্তিগত সমস্যার সমাধানের লক্ষ্য নিয়ে, বিশেষ করে যা কিনা বৈধ এক বিষয়, আবার অন্য অনেকে এই একই বিষয়ে (এক্ষেত্রে “অন্যায্য” ন্যায় বিচার ফলে ম্যাসেডোনিয়ার বিচার বিভাগের রায় কার্যকর না হবার কারণে) উদ্বিগ্ন হতে পারে ।Индивидуальный активизм часто начинается с целью решения личных проблем, что легитимно, особенно когда многие другие обеспокоены тем же вопросом (как и в случае нефункционирующего и “несправедливого” судебного правосудия в Македонии).
12যার ফলে এই নাগরিক শ্রদ্ধার এবং আমাদের সকলের সমর্থনের দাবীদার, যারা নাগরিকদের কাজের ক্ষমতায় বিশ্বাস করে।Следовательно, этот человек заслуживает уважения и поддержки со стороны всех нас, кто верит в силу гражданских действий.
13প্রচার মাধ্যম এবং প্রাতিষ্ঠানিক ন্যায়বিচারের অনুপস্থিতিতে একজন কেবল যে কাজটি করতে পারে, সেটি হচ্ছে “বিক্ষোভ প্রদর্শন”! এর আগে আমি এই মানুষটিকে চিনতাম না।При отсутствии СМИ и отсутствии институциональной справедливости единственное, что остаётся, это протест!
14কয়েকদিন আগে আমার সাথে তার দেখা হয়েছে। আদালতের সামনে তিনি ব্যক্তিগতভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে, যে ১৯৭৩ সাল থেকে ন্যায়বিচার প্রত্যাশী।Человека этого раньше не знал, познакомился на днях, он держит индивидуальный протест перед судом почти каждый день, добиваясь справедливости с 1973 года.
15তার প্রদান করা ব্যাখ্যা অনুসারে এবং যে সমস্ত দলিল দস্তাবেজ তিনি আমাকে দেখিয়েছেন সে অনুসারে, তিনি সঠিক ছিলেন।По его объяснениям и материалам, которые он мне показал, он прав.
16দুঃখজনক ভাবে অকার্যকর স্থানীয় সরকার তার জীবনকে তিক্ত করে ফেলেছে এবং ব্যক্তিগত সম্পত্তিতে তার অধিকার নির্মম ভাবে হরণ করেছে।К сожалению, нефункционирующее местное правительство делает его жизнь горче и грубейше нарушает его право на частную собственность.
17চাচা, আপনার এই দাবীর প্রতি শ্রদ্ধা রইল।Уважение ваши действиям, Дядя.
18সম্প্রতি ম্যাসেডোনিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয় রিপোর্ট, যা কিনা ২৮ ফ্রেব্রুয়ারির ২০১৪ প্রকাশিত হয়েছে, সেখানে দেশটির প্রধান সমস্যা হিসেবে নিচের বিষয়গুলোকে উল্লেখ করা হয়:Самый последний доклад Государственного департамента США о положении с правами человека в Македонии [анг], опубликованный 28 февраля 2014 года, отмечает следующее среди ключевых проблем страны:
19“ রাজনৈতিক হস্তক্ষেপ, অদক্ষতা, উচ্চ পদে আসীন ব্যক্তিদের সুবিধা প্রদান করা, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, এবং দূর্নীতি বিচার ব্যবস্থার চরিত্র হয়ে পড়ে”।“Политическое вмешательство, неэффективность, фаворитизм по отношению к персонам на хороших местах, продолжительные судебные процессы и коррупция характеризуют судебную систему”.
20নিজের ব্লগ এবং সোশ্যাল মিডিয়ায় পিসারেভের প্রভাবে, বেশ কিছু সংবাদপত্র ব্রাঙ্কোভিকজ-এর কাহিনী প্রকাশ করে এবং এখন নাগরিকরা কেবল বিশেষ ঘটনার বিষয়ে শুধু মন্তব্য করছে না, সাথে মেসিডোনিয়ার আদালত এবং সরকার ব্যবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং অন্যখানে মন্তব্য করছে।В результате появления информации в блоге Писарева и социальных сетях некоторые независимые СМИ опубликовали рассказы о деле Бранковикю, и люди теперь рассматривают в комментариях в социальных сетях и везде не только этот конкретный случай, а македонские суды и систему правительства в общем.