# | ben | rus |
---|
1 | “ডলফিনে” লেখা বিয়ের প্রস্তাব রাগান্বিত করল ফিলিপাইনের প্রাণী অধিকার সংরক্ষণ কর্মীদের | Предложение руки и сердца на дельфине рассердило защитников животных на Филиппинах [Все ссылки в данной статье ведут на англоязычные сайты.] |
2 | প্রণয়ঘটিত নাকি নিষ্ঠুর? | Романтика или издевательство над животными? |
3 | সুবিকের ওশান অ্যাডভেঞ্চার পার্কে একটি বিতর্কিত বিয়ের প্রস্তাব। | Противоречивая услуга в парке Ocean Adventure в Сабик-Бэй - предложение руки и сердца на теле дельфина. |
4 | ফিলিপাইনের একটি থিম পার্কে ডলফিনের পেটের মধ্যে লিখা একটি বিয়ের প্রস্তাব বিতর্কের সূচনা করেছে। প্রস্তাবটিতে লিখা ছিল, “রোনা, তুমি কি আমাকে বিয়ে করবে?” | Необычное предложение о замужестве стало подводом для дискуссий на Филиппинах, когда тело дельфина в тематическом парке было использовано для надписи “Рона, ты выйдешь за меня?”. |
5 | বিয়ের প্রস্তাবের ছবিগুলো ওশান অ্যাডভেঞ্চার সুবিক বে'র ফেসবুক পাতায় প্রকাশ করা হলে তা খুব দ্রুত ছড়িয়ে পরে। | Фотографии с предложениями быстро распространились в сети, их источник - страница тематического парка Ocean Adventure в Сабик-Бэй в соцсети Facebook. |
6 | এতে করে প্রতিক্রিয়ার এক প্রচন্ড ঘূর্ণি ফুঁসে উঠে। এরপরে অবশ্য ছবিগুলো তাদের পাতা থেকে সরিয়ে নেয়া হয়েছে। | Снимки вызвали целую бурю негодования и в конце концов были удалены. |
7 | দ্যা আর্থ আইল্যান্ড ইন্সটিটিউট এই বিতর্কিত প্রস্তাবের একটি স্ক্রিনশট নিতে সক্ষম হয়েছে এবং এটি তারা অনলাইনে শেয়ার করেছে। | Организации Earth Island Institute (Институт острова Земля) всё же удалось поделиться скриншотами необычной услуги на своей странице в Facebook. |
8 | এই গ্রুপটি এই থিম পার্কটিকে বর্জন করার আহ্বান জানিয়েছে। তারা সবগুলো বন্দী ডলফিনের মুক্তি চেয়েছে। | Группа призывает бойкотировать парк и освободить из неволи всех живущих там дельфинов. |
9 | এই ঘটনার প্রতিক্রিয়ায় দ্যা ওশান অ্যাডভেঞ্চার সুবিক বে দাবি করেছে যে ডলফিনটির পেটে বিয়ের প্রস্তাবটি লিখতে জিংক অক্সাইড ব্যবহার করা হয়েছে। | В ответ на это заявление представители парка Ocean Adventure заявили, что для надписей была использована окись цинка, безопасное вещество, применяемое для защиты от солнечных ожогов: |
10 | কোম্পানিটি দাবি করেছে যে এটি খুব নিরাপদ একটি রাসায়নিক দ্রব্য, যা সূর্যের অতি বেগুণী রশ্মি থেকে ত্বক বাঁচাতে ব্যবহার করা হয়ে থাকেঃ | Тем не менее организация Marine Wildlife Watch (Морской дозор по охране дикой природы) считает, что это не оправдание жестокого обращения с животными: |
11 | কিন্তু ফিলিপাইনের সামুদ্রিক বন্যপ্রাণী ওয়াচ বলেছে, এই ওজুহাত দেখিয়ে কোন প্রাণীকে “খেয়ালের বশে ধ্বংস” করার কোন অধিকার তাদের নেইঃ | |
12 | একটি প্রাণীকে খেয়ালের বশে ধ্বংস করার জন্য কথোপকথনের কিছু নেই। | В деле защиты окружающей среды не может быть места издевательствам над животными. |
13 | রোদে পোড়া এবং ত্বক জ্বালা পোড়া থেকে প্রতিরোধ করতে আটকে পড়া তিমিদের জন্য জিংক অক্সাইড ব্যবহার করা হয়। | Окись цинка используется против солнечных ожогов и раздражения на коже у прибитых к берегу китов. |
14 | তাঁর অর্থ হচ্ছে, এটি একটি মেডিকেল চিকিৎসা যা প্রানীদেরকে যন্ত্রণার সময়ে আবারও আহত হওয়া থেকে বাঁচাতে ব্যবহার করা হয়। | Она также является медицинским средством для лечения других повреждений у животных, попавших в беду. |
15 | এঞ্জেলা কলমেনারেস-সাবিনো একটি থিম পার্কে শিক্ষা এবং সংরক্ষণ সুবিধা রাখার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেনঃ ডলফিনের পেটে লেখার জন্য কি ধরনের পদার্থ ব্যবহার করা হয়েছে, তা কোন বিষয় নয়। | Ангела Колменарес-Сабино сомневается, что парк имеет право на существование как место для знакомства с окружающим миром и пропаганды защиты окружающей среды. |
16 | মূল বিষয়টি হচ্ছে যে তারা ডলফিনের বস্তুতান্ত্রিক ভূমিকার গুরুত্ব কমিয়ে দিচ্ছে। | Не имеет значения, чем сделана надпись на брюхе дельфина. |
17 | এই ওশান অ্যাডভেঞ্চারে তারা পরিষ্কারভাবে দাবি করে থাকে যে শিক্ষা এবং সংরক্ষণের জন্য এখানে সুবিধা প্রদান করা হয়ে থাকে। | |
18 | বাস্তবে এটি শুধুমাত্র শিক্ষা এবং সংরক্ষণের উদ্দেশ্যেই শুধু নয়, বরং বাণিজ্যিক উদ্দেশ্যেও নিষ্ঠুর সুবিধা প্রদান করে থাকে। | |
19 | প্যাট্রিশিয়া সরঙ্গন-ইয়াপ মনে করেন সেই জুটিকে দোষারোপ করা উচিৎ নয়ঃ কেউ কেউ জুটিটিকে পাগলের মতো দোষারোপ করছে। | Хотя бы тот факт, что экологическое значение дельфинов сводится до такого, говорит, что парк Ocean Adventure пропагандирует жестокое обращение с животными в коммерческих целях. |
20 | কেউ কেউ বুঝতে পারছে না, কেন আমরা বিয়ের প্রস্তাব জানানোর এই ধারণার বিপক্ষে অবস্থান নিয়েছি। | Патриция Соронгон-Яп убеждена, что виновных нужно искать не только среди молодых пар: |
21 | আমি মনে করি, এখানে সেই জুটিটির কোন দোষ নেই। বেশিরভাগ লোকজনই এই সাধারণ বিষয়টি নিয়ে তেমন সচেতন নয়। | Некоторые были раздражены поведением парочек, другие не понимали, почему МЫ выступаем против этих надписей. |
22 | তারা বুঝতে চেষ্টা করে না যে ডলফিন কোন মাছ নয়। | Я считаю, что молодые пары не виноваты. |
23 | লোকেরা বুঝতে চায় না যে ডলফিন বা অন্য যেকোন ধরনের বন্য প্রাণীর গায়ে কিছু লেখা, বিশেষ করে কোন বাণিজ্যিক উদ্দেশ্যে (কোন পদার্থ ব্যবহার করা হল, সেটা বিবেচনা না করে) কিছু লেখা উচিৎ নয়। | Многие люди просто не догадываются, что дельфины это НЕ рыбы, и на животных вообще нельзя делать никаких надписей в коммерческих целях (не зависимо от того, какое красящее вещество при этом используется). |
24 | ওশান অ্যাডভেঞ্চার এর ব্যবস্থাপনা পর্ষদ জনগণকে নিশ্চিত করেছেন যে ডলফিনে বিয়ের প্রস্তাব লেখাতে কোন ক্ষতিকর পদার্থ ব্যবহার করা হয়নি। | Управляющие парка Ocean Adventure уверяют, что для надписей на дельфинах было использовано безопасное вещество. |
25 | এলডুইন এম. | Алдвин М. |
26 | আরসেনা এই ইস্যুটির উভয় দিকই পরিমাপ করে দেখেছেনঃ | Арсена рассматривает проблему с двух сторон: |
27 | আমি বোঝাতে চেয়েছি, ডলফিনটির প্রতি খারাপ আর কি ঘটতে যাচ্ছে? | Что плохого произойдёт с дельфином? |
28 | যদি রঙটি বিষাক্ত বা এ ধরনের কিছু হয়ে থাকে, তবে এতে করে আরও নেতিবাচক কোন ঘটনাও ঘটতে পারে। | |
29 | এটি শুধুমাত্র চিহ্নিত করা একটি ডলফিন। | Пока краска безвредна, я не вижу причин для волнений. |
30 | এ ইস্যুটি নিয়ে এতোটা রেগে যাওয়ার কোন কারন নেই। | Это лишь меченый дельфин, не более того. |
31 | এর চেয়ে বরং ডলফিন হত্যাকারীদের প্রতি বেশি রাগ দেখানোর ওপর জোর দিয়ে মন্তব্য করেছেন মাইকেল পাওলো টিগলাওঃ | |
32 | …সামান্য এই রঙটি নিয়ে আপনারা কেন গাল ভরা শব্দ প্রয়োগ করে বক্তৃতা দিচ্ছেন। | Михаэль Паоло Тиглао призывает направить гнев в первую очередь на тех, кто убивает дельфинов: |
33 | বরং, এশিয়ার কিছু কিছু দেশ কীভাবে ডলফিন মারে, তা আপনাদের পোস্ট করা এবং শেয়ার করা উচিৎ। তারা শুধুমাত্র তাদের স্যুপ অথবা মাংসের পিঠা বা অন্য কোন খাবার তৈরি করতে ডলফিন হত্যা করে থাকে। | …почему вас так волнует тупой вопрос краски, не лучше ли вам написать о том, как в некоторых азиатских странах из дельфинов готовят суп или просто убивают; почему мы ничего не предпринимаем против этого? |
34 | আমরা সবাই কেন এ বিষয়টি নিয়ে কিছু করি না। | |
35 | আর আপনারা এটাও জানেন যে এটি শুধুই একটি পার্ক এবং এটি তাদের প্রাণীদের যত্ন নিয়ে থাকে। | В парке позаботятся о дельфинах, краску смоют, и дельфин останется жив. |
36 | এই রংটি নিশ্চয়ই পরে পরিষ্কার করে ফেলা হয়েছে। | Не будет пролито ни капли крови. |
37 | ডলফিনটি এখনো বেঁচে আছে এবং এর দেহ থেকে কোন ধরনের রক্ত ক্ষরণ হয়নি। | Хотел лишь сказать, сколько негатива в людях. |
38 | আমি শুধু একটু ধরিয়ে দিলাম যে লোকজন কতোটা নেতিবাচক হতে পারে। | Хорошего всем дня. |
39 | সবাই ভালো থাকুন। | Перевод: Софья Улямаева |