Sentence alignment for gv-ben-20140603-43466.xml (html) - gv-rus-20140527-29214.xml (html)

#benrus
1চিলির উপকূলে অভিযানকালে মমির সন্ধান পেল এক দল শিক্ষার্থীВо время экспедиции по прибрежному Чили ученики нашли мумию
2এই পোস্টটির প্রকৃত সংস্করণটি [স্প্যানিশ] এল মোরোকটুদো থেকে লিখেছেন কোরেসপন্সালেস। এল মোরোকটুদো'তে লেখাটি ২৬ মে, ২০১৪ তারিখে প্রকাশিত হয়েছে।Оригинальная версия [исп] этой статьи написана Corresponsales El Morrocotudo и опубликована на сайте El Morrocotudo 26 мая 2014 года.
3ছবিঃ এল মোরোকোটুডোর আর্কাইভИзображение: Архив El Morrocotudo
4মিউনিসিপাল স্কুল ই - ২৬ “আমেরিকা” এর প্রত্নতত্ত্ব একাডেমির দশ জন শিক্ষার্থী এক অবিস্মরণীয় অভিজ্ঞতা অর্জন করেছেন।
5উপকূলীয় শহর এল লাউকো'র সামনে রয়েছে একটি ছোট গোলাকার পাহাড়।Десять учеников Археологической академии муниципальной школы E -26 “Америка” получили незабываемые впечатления.
6মোরো'র কাছাকাছি এই অঞ্চলটিতে স্থানটির পটভূমিকার নোট হাতে নিয়ে মিউনিসিপাল স্কুলের শিক্ষার্থীরা সেখানে পৌঁছান।
7উদ্দেশ্য, গত এপ্রিল মাসে ঘটে যাওয়া ভূমিকম্পের ফলে বেড়িয়ে আসা কিছু কঙ্কাল দেহাবশেষের দেখা পাওয়া। জায়গাটি খুব খাঁড়া হওয়ায় তাঁরা সঙ্গে বাইনোকুলার এবং একটি টেলিস্কোপ নিয়ে আসে।С блокнотами для наблюдения в руках они прибыли в область недалеко от Морро, маленького круглого холма перед курортом Эль-Лаучо, чтобы осмотреть останки, открытые в результате апрельского землетрясения.
8উদ্দেশ্য, অবশিষ্ট থাকা কঙ্কাল এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গুলোর সঠিক মূল্যায়ন করা।Поскольку область труднодоступна, у них были бинокли и телескоп, чтобы оценить останки из черепов и разбросанных костей.
9প্রাথমিক পর্যবেক্ষণের পর প্রত্যেক শিক্ষার্থীকে তাঁদের দেখা ব্যাপারগুলোর নোট নিতে হয়।После наблюдений каждый студент должен был сделать заметки насчёт увиденного, чтобы позже написать оценку.
10কারণ, এরপর তাদের একটি মূল্যায়ন পত্র লিখতে হবে।
11একটি অপ্রত্যাশিত মমিНеожиданная мумия
12যেইমাত্র না শিক্ষার্থীর দলটি কঙ্কাল দেখার যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করল, তখনই ঘটল অপ্রত্যাশিত ঘটনা।Когда группа начала собирать инструменты, которыми пользовалась для наблюдения за скелетами, произошло кое-что неожиданное.
13শিক্ষক হানস নেইরা এবং শিক্ষার্থী মিজায়েল ফ্লোরেসের নেতৃত্বে থাকা দলটি খুব কাছের একটি এলাকা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।
14সেই উঁচু স্থানটিতে চড়ার পর তারা অন্যান্য টিকে থাকা জিনিসগুলো খুঁজে পান।Передняя группа под руководством учителя Мигеля Флореса решила изучить ближайший район.
15সেখান থেকে তারা খুব পরিষ্কারভাবে নিচের প্রান্ত দেখতে পাচ্ছিলেন।Взобравшись туда, они обнаружили другие останки, причём чётко выделялись нижние конечности, возможно, принадлежавшие ребёнку.
16শেষ প্রান্তে একটি শিশুর মতো দেখতে একটা কিছু তাদের দৃষ্টিগোচর হয়। তারা খুব যত্নের সাথে স্থানটি পর্যবেক্ষণ করেন, নানা বিষয়ে নোট নেন এবং ছবি তোলেন।Они продолжили тщательное исследование местности, запись информации и съёмку, чтобы представить доклад для академии и соответствующих органов, которые имеют дело с подобным типом находок.
17একাডেমি এবং এর সাথে সম্পর্কযুক্ত কর্তৃপক্ষ যাতে এটির তদন্ত বা অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্য রক্ষণাবেক্ষণ করে তাদের জন্য একটি রিপোর্ট তৈরি করতে পারেন, সেটিই ছিল উদ্দেশ্য।
18“একটি যথার্থ অভিযান”“Отличное путешествие”
19নেতৃত্ব দানকারী শিক্ষক বলেছেন, “আমি মনে করি, অবশিষ্টাংশ বা দেহাবশেষ আবিষ্কারের জন্য এটি সত্যিই ছিল একটি যথার্থ ভ্রমণ। তারপরও স্থানটি বিভিন্ন জিনিসের প্রতিনিধিত্ব করে, তাই এটি রক্ষা করা উচিৎ।“Я думаю, это была настоящая кульминация отличного путешествия, открытие этих останков, но это также сигнал о том, что это место должно охраняться за то, что оно представляет собой, нужно понимать, что это большое доколониальное кладбище, простирающееся дальше на юг”, - отметил учитель.
20এ কারণে এটি একটি জাগরণী ডাকও। বুঝতে পারছি, এটি পূর্ব ঔপনিবেশিক কালের একটি বৃহৎ সমাধিক্ষেত্র ছিল, যা এই স্থানটির আরও দক্ষিণ দিকে বিস্তৃত।”“Моё внимание привлекло странное образование, в котором были собачьи фекалии, и удалив их, мы нашли эти останки”, - сказал восхищённый мальчик, который давно мечтает стать археологом, когда вырастет.
21বড় হয়ে একজন প্রত্নতত্ত্ববিদ হওয়ার স্বপ্ন দেখা উত্তেজিত এক শিক্ষার্থী বলেছিল,“কুকুরের মুখের মতো দেখতে এক অদ্ভূত গঠন আমার মনোযোগ কেড়ে নেয়।
22আর আমরা যখন এটি পরীক্ষা নিরীক্ষা করছিলাম, তখন এই দেহাবশেষ খুঁজে পাই।