Sentence alignment for gv-ben-20120224-23047.xml (html) - gv-rus-20120222-10611.xml (html)

#benrus
1সিরিয়া: সাংবাদিকদের হত্যাকাণ্ডে স্তব্ধ অবিশ্বাসСирия: убийство журналистов повергло в шок
2এই পোস্ট সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Эта статья является частью нашей специальной рубрики Протесты в Сирии 2011 [анг]
3আজ সামাজিক প্রচার মাধ্যমে সিরিয়ার নিত্যদিনের রক্তপাত-এর সংবাদ ধারণ করা নেট নাগরিকরা অবরূদ্ধ শহর হোমসের বাবা আমর ও তার আশেপাশের এলাকার আজকের মানবতাবিরোধী নৃশংসতার সংবাদে শিক্ত হয়ে এক ধাপ পিছনে সরে আসতে হয়েছে।Интернет-сообщество, ежедневно освещающее в социальных медиа массовые убийства в Сирии, сегодня было вынуждено отступить под напором новостей о еще более жестоких преступлениях против человечества в осажденном городе Хомс в пригороде Баба Амр.
4লিবিয়ার ত্রিপোলিতে অবস্থানরত এনপিআর মিডিয়া কৌশলী অ্যাণ্ডি কারভিন টুইট করেছেন:Медиастратег компании NPR Энди Карвин, находящийся в Триполи (Ливия), пишет в Твиттере:
5@একারভিন: দুঃখপ্রকাশ করার মতো কিছু একটা বলার আগে আমাকে এক মূহুর্তের জন্যে আনপ্লাগ করতে হয়েছে।@acarvin: Я должен отключиться ненадолго, прежде чем я расскажу о том, о чем я буду сожалеть.
6আমি এই মূহুর্তে এটা মেনে নিতে পারছি না।Я пока просто не могу осознать это.
7#হোমস্ #সিরিয়া আমি#homs #syria
8তিনি আরো বলেছেন:Энди добавляет:
9@একারভিন:প্রতিবেদক এবং নাগরিক সাংবাদিকদের হত্যাকাণ্ড আমাদের সাক্ষ্যদান থেকে বিরত রাখতে পারবে না।@acarvin: Убийство репортеров и гражданских журналистов не остановит нас от того, чтобы быть свидетелями происходящего.
10তোমরা আমাদের থামাতে পারবে না।Вы не в силах остановить нас.
11# সিরিয়া # হোমস#syria #homs
12তিনি সাথে যুক্ত করেছেন:и продолжает:
13@একারভিন:এসব প্রতিবেদক এবং নাগরিক সাংবাদিকরা আমি আমার এক জীবনে যতটা পারবো এক দিনে তার চেয়ে বেশি সাহস জড়ো করেছে।@acarvin: Эти репортеры и гражданские журналисты набираются больше смелости за один день, чем я за всю жизнь.
14আমি তাদের কাছে চিরঋণী।Я до конца своей жизни буду в долгу перед ними.
15# সিরিয়া # হোমস্#syria #homs
16এদিকে আয়াদ এল বাগদাদি স্বীকার করেছেন:В то же время Ийад Эль Багхдади отмечает:
17:একটু কান্নার জন্যে আমাকে একটি বিরতি নিতে হবে।@Iyad_elbaghdadi: Мне нужно сделать паузу и немного покричать.
18পরে দেখা হবে।Увидимся позже.
19ব্রিটেনের সানডে টাইমসের যুক্তরাষ্ট্রের সাংবাদিক মেরি কোলভিন এবং ফরাসি আলোকচিত্রী ঘেমি অশলিকের মৃত্যুর প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়াগুলো এসেছে।Такие реакции последовали после сообщений о смерти американского журналиста Мари Колвин, которая работала для британской “The Sunday Times”, и французского фотографа Реми Охлик.
20রয়টার্সের সংবাদ অনুযায়ী, ” তাদের ঘরে শেল আঘাত হানে এবং যখন তারা পালাতে চেষ্টা করে একটি রকেট তাদের আঘাত করে।”По сообщению агенства Рейтерс, “осколки попали в дом, в котором они находились; журналисты были убиты ракетой, когда пытались покинуть здание”.
21ইতোমধ্যে মাঠ পর্যায়ের নেট নাগরিক সাংবাদিক ও সক্রিয় কর্মীরা, এক জায়গায় অবস্থান করার সময় আক্রান্ত মিডিয়া সেন্টারে তৃতীয় একজন প্রতিবেদক আহত হওয়ার কথা বলেন।Тем временем сетевое сообщество, находящеесся за чертой военных действий, сообщает, что во время атаки был ранен третий репортер, который находился в медиа-центре вместе с другими журналистами и активистами.
22টুইটস(ফর)৪পীস, সিরিয়ার শাসকগোষ্ঠীকে আক্রমণ পরিচালনার দায়ে অভিযুক্ত করেন।Сообщество Tweets4peace обвиняет в атаке Сирийский режим.
23এই টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন:Участник сообщества отмечает в Твиттере:
24টুইটস(ফর)৪পীস:আমরা জানি এটা সরকারের কাজ কারণ এখন পর্যন্ত এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা টানা ১৯ দিন ধরে চলেছে।@tweet4peace: Мы знаем, что это режим, потому что этот тип артиллерийских атак продолжается уже 19 дней.
25আজকের লক্ষ্য ছিল মিডিয়া সেন্টার # হোমস্Сегодня мишенью стал медиа-центр #homs
26খবরটি টুইটারে সহানুভূতির বন্যা সৃষ্টি করে যা বাশার আল আসাদ এবং তার শাসনবিরোধী সিরীয় বিক্ষোভে সংঘটিত গণহত্যা এবং হাজার হাজার নাগরিকের মৃত্যুতে বিশ্ববাসীর নীরবতার উপর ইতোমধ্যে ঘুরপাক খাচ্ছে।Новости вызвали волну сострадания в Твиттере, который уже переполняет пустоту мирового медиапространства, освещая события массовой резни сирийцев, протестующих против Башара Аль Аседа и его режима, стоящего жизней тысяч мирных граждан.
27মিশর থেকে মাহা আব্দোলেনিয়েন টুইট করেছেন:Маха Абдоеленейн пишет в Твиттер из Египта:
28@মাহাগাবের:মর্মস্তুদ এবং অবিশ্বাস্য।@mahagaber: Абсолютный Шок и Неверие.
29আজ সিরিয়ার হোমসে মেরি কোলভিন নিহত ।Мари Колвин убита сегодня в Хомсе (Сирия).
30আমি তার সাথে ব্যাপকভাবে মিশরের সবকিছুর উপর কাজ করেছি।Я тесно работала с ней по всему, что связано с Египтом.
31দায়া হাদিদ মন্তব্য করেছেন:Диа Хадид отмечает:
32@@দায়াহাদিদ:শান্তিতে থাক মেরি কোলভিন, ঘেমি অশলিক। খুব কমই এত সম্মানের সাথে মৃত্যুবরণ করেন - যা অন্যেরা লুকাতে চায় তা বিশ্বকে বলে দিয়ে।@diaahadid: Покойся с миром, Мари Колвин, Реми Охлик; немногие умирают с таким почетом, рассказывая миру то, что другие пытаются скрыть
33আর রানিয়া জাবানেহ আমাদের মনে করিয়ে দেন:А Рания Забанех напоминает нам:
34@আরজাবানেহ: # সিরিয়া সাংবাদিকদের জন্য একটি মরণফাঁদে পরিণত হচ্ছে।@RZabaneh: #Сирия (#Syria) становится ловушкой смерти для журналистов.
35এটা সাংঘাতিক: ২০১২ সালে আট সাংবাদিক নিহত; চারজন # হোমস্-এ।Это ЧЕРТ ЗАНЕТ ЧТО: ВОСЕМЬ журналистов убиты в 2012 году; ЧЕТЫРЕ в #Хомсе (#Homs).
36এদিকে সিএনএন-এর প্রতিবেদক আরওয়া উপসংহার টেনেছেন এই বলে:Тем временем, репортер CNN Арва Дэймон делает следующее заключение:
37@আরওয়াসিএনএন:#হোমসে নিহত আমাদের সহকর্মী তোমরা শান্তিতে ঘুমাও, নৃশংসতার উপর আলোকপাত করতে গিয়ে আমরা যে দাম পরিশোধ করি, স্বাধীনতার জন্যে # সিরিয়া তা পরিশোধ করে প্রতিদিন@arwaCNN: ПОКОЙТЕСЬ С МИРОМ, наши коллеги, убитые в #Хомсе (#homs); цена, которую мы платим за то, что проливаем свет на эти зверства - это цена, которую #сирия (#syria) платит каждый день ради свободы
38এই পোস্ট সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Эта статья является частью нашей специальной рубрики Протесты в Сирии 2011 [анг]