# | ben | rus |
---|
1 | এনএসএ নজরদারীর উপর কার্টুন জমা দিন এবং জিতে নিন ১০০০ ডলার | Сделай мультфильм о слежке АНБ и выиграй $1000 |
2 | সেতুর উপর কমান্ডার কিথ আলেক্সান্ডারের এই কার্টুনটি শেয়ার করেছে ডাঙ্কিহটি (CC BY-SA 2.0) | Кит Александер [руководитель АНБ] в мультфильме от DonkeyHotey (CC BY-SA 2.0) |
3 | অনলাইনে নজরদারি এবং গোপনীয়তার অধিকারের উপর একটি মৌলিক কার্টুন তৈরি করে “আমরা যে ওয়েব চাই” সংগঠনটি আগামী ১১ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে “আমাদের রুখে দাঁড়ানোর দিন” এ যোগ দিতে কার্টুনিস্ট, সৃষ্টিশীল এবং শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছে। | |
4 | কার্টুনটি এমন উপায়ে এনএসএ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক ডিজিটাল নজরদারির জন্য জবাবদিহিতা দাবি করবে যে মানুষ তা দেখে ক্লিক করে শেয়ার করতে চাইবে। | |
5 | কার্টুন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা ৮ ফেব্রুয়ারি। | Дедлайн заявок - 8 февраля. |
6 | পুরস্কারঃ | Призы: |
7 | ১ম স্থান: ১০০০ মার্কিন ডলার ২য় স্থান: ৫০০ মার্কিন ডলার | 1-е место: 1000 долларов США 2-е место: 500 долларов США 3-е место: 250 долларов США |
8 | ৩য় স্থান: ২৫০ মার্কিন ডলার | Правила: |
9 | নিয়মাবলীঃ ১। যে কেউ অংশ নিতে পারবেন। | 1. Любой может принять участие. |
10 | ২। কাজ জমা দিয়ে, স্বত্বাধিকারীকে তা ক্রিয়েটিভ কমন্স ৪. ০ লাইসেন্সের আওতায় লাইসেন্স করার জন্য সম্মত হতে হবে। | 2. Отправляя работу, автор соглашается на лицензирование под Creative Commons 4.0 Attribution Share Alike. |
11 | যত খুশি কার্টুন জমা দেওয়া যাবে। | Лимита работ от автора нет. |
12 | ৩। কার্টুনিস্ট কাজ জমা দেওয়ার সময় একটি নাম বা ছদ্মনাম ব্যবহার করবেন। | 3. Автор указывает имя или псевдоним в заявке. |
13 | উপরন্তু, বিজয়ীদের কাছে ব্যক্তিগত বিবরণ চেয়ে অনুরোধ করা হবে - কিন্তু তাদের আসল নাম কার্টুনিস্টদের অনুরোধের ভিত্তিতে গোপন রাখা হবে। | У победителей будут запрошены персональные данные - но их реальные имена не будут разглашаться, если они не будут согласны. |
14 | ৪। বিজয়ীদের নাম আগামী ১১ ফেব্রুয়ারী, ২০১৪ তারিখে ঘোষণা করা হবে। | 4. Победители будут объявлены 11 февраля 2014 года. |
15 | “আমরা যে ওয়েব চাই” নির্বাহী কমিটির সদস্যরা বিজয়ীদের বাছাই করবেন। | Победитель будет определён членами Web We Want Executive Committee. |
16 | ৫। পুরস্কার ঘোষণার ৩০ দিনের মধ্যে পুরস্কার বিজয়ীদের কাছে স্থানান্তর করা হবে। | 5. Награда будет передана победителям в течение 30 дней после их объявления. |
17 | যা জমা দিতে হবে: | Послать заявку: |
18 | ১। ই-মেইলের মাধ্যমেঃ হাই ডেফিনিশন, ডট যেপিজি, ডট পিডিএফ, ডট এসভিজি বা ডট পিএনজি ব্যবহার করে আপনার কার্টুনটি grants@webfoundation.org ঠিকানায় পাঠিয়ে দিন। | 1. Электронная почта: отправляйте ваш мультфильм - высокое разрешение, .jpg, .pdf, .svg или .png на grants@webfoundation.org. |
19 | বিষয়ঃ ৮ ফেব্রুয়ারির কার্টুন। | В поле “Тема” указать: Cartoon by February 8th [Мультфильм к 8 февраля]. |
20 | ২। টুইটারেঃ #ওয়েবউইঅয়ান্ট হ্যাশট্যাগটি ব্যবহার করে @ওয়েবউইঅয়ান্ট এ আপনার কার্টুনটি আপলোড করুন। | 2. Через Твиттер: Отправляйте загруженное изображение к @webwewant с хэштегом #webwewant 3. |
21 | ৩। আপনার জাতীয়তা এবং দেশের নাম দেওয়া ঐচ্ছিক কিন্তু আমরা এতে অত্যন্ত উৎসাহ দিচ্ছি। | Указание вашей национальности и страны не обязательно, но настоятельно рекомендуется. |