# | ben | rus |
---|
1 | গ্লোবাল ভয়েসেসের নতুন এ্যাডভোকেসি পরিচালক হলেন এলেরি বিডল | Эллери Биддл — новый директор проекта Global Voices Advocacy |
2 | জানুয়ারিতে অনুষ্ঠিত গ্লোবাল ভয়েসেস শীর্ষ বৈঠক ২০১৫ আসরে এলেরি। | Эллери на Саммите Global Voices в январе 2015 года. |
3 | ছবিঃ জেরেমি ক্লার্ক | ФОТО: Джереми Кларк |
4 | আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে অ্যাডভোকেসি সম্পাদক হিসেবে দুই বছর কাজ করার পর এলেরি বিডল হতে যাচ্ছেন গ্লোবাল ভয়েসেসের নতুন অ্যাডভোকেসি পরিচালক। | Мы рады объявить, что после двух лет работы редактором проекта Global Voices Advocacy Эллери Биддл становится его новым директором. |
5 | ২০১০ সালে গ্লোবাল ভয়েসেসের একজন স্বেচ্ছাসেবক লেখক হিসেবে যোগ দেয়ার পর থেকে এলরি অনলাইনে স্বাধীনভাবে কথা বলতে পারার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজেকে একজন প্রাণবন্ত এবং আবেগপ্রবণ প্রবক্তা হিসেবে প্রমাণ করেছেন। | Эллери присоединилась к Global Voices в 2010 году как автор-волонтёр. С тех пор она показала себя динамичным и пылким защитником права на свободу слова в интернете. |
6 | ২০১৩ সালে যখন তিনি অ্যাডভোকেসি সম্পাদক হলেন, তখন তিনি আমাদের গল্প সংগ্রহের ক্ষেত্রে কঠোরতা এবং আঞ্চলিক বৈচিত্র্যের এক নতুন মাত্রা নিয়ে এলেন। তাঁর সাথে সাথে ইন্টারনেট নীতির একটি বিস্তৃত জ্ঞান এবং বাকস্বাধীনতা অ্যাডভোকেসি যুক্ত করলেন। | Став редактором Advocacy в 2013 году, она подняла наши репортажи на новый уровень точности и регионального разнообразия, а также привнесла обширные знания в области интернет-политики и защиты на свободу выражения. |
7 | এলরির প্রচেষ্টায় জিভি অ্যাডভোকেসির লেখকেরা আরও বেশি মাত্রায় পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে এবং প্রকাশিত হতে সক্ষম হলেন। গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট এবং স্লেটের মতো প্রধান প্রধান প্রচার মাধ্যমের কাছ থেকেও ব্যাপক সাড়া পাওয়া গেল। | Усилиями Эллери авторы GV Advocacy стали получать куда больше внимания, даже со стороны крупных СМИ, например, The Guardian, The Washington Post и Slate. |
8 | গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় এবং সারা পৃথিবীর ইন্টারনেট নীতি বিশেষজ্ঞদের মাঝে একটি সেতু বন্ধন তৈরি করতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁর এই প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক ডিজিটাল অধিকার কথোপকথনের ক্ষেত্রে অনেক নতুন কণ্ঠস্বর এবং কোন সমস্যার বিভিন্ন দিকের আপাত সংযোগ ঘটানো গেছে। | Она упорно работала над построением связей между сообществом Global Voices и экспертами в области интернет-политики по всему миру, что принесло много новых голосов и перспектив в международный диалог о цифровых правах. |
9 | ২০১৪ সালের জুলাই মাসে বার্লিনে গ্লোবাল ভয়েসেসের বন্ধুদের সাথে এলরি। | Эллери с друзьями по Global Voices в Берлине, июль 2014 года. |
10 | ছবিঃ শুভাশিস পানিগ্রাহি | ФОТО: Subhashish Panigrahi |
11 | আমাদের ক্ষেত্রগুলোতে এলেরির গভীর জ্ঞান একজন স্বাধীন গবেষক হিসেবে তাঁর সম্মান কুড়িয়েছে। | Глубокие познания Эллери по этим вопросам также завоевали ей уважение в качестве независимого исследователя в нашей области. |
12 | হারভার্ড বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট এবং সমাজ বিষয়ক বার্কম্যান কেন্দ্রে একজন সহকর্মী হিসেবে তিনি প্রতিনিয়ত তার জানা বিষয়গুলো প্রতিষ্ঠা এবং ঝালাই করেছেন। | Она продолжает оттачивать и опираться на эти знания как стипендиат в Беркмановском центре изучения интернета и общества при Гарвардском университете. |
13 | তার দীর্ঘকালস্থায়ী আগ্রহ এবং কিউবাতে পাওয়া ইন্টারনেট বৃত্তি এ বছর বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। | В этом году её длительный интерес и стипендия по интернету на Кубе были особенно важны. |
14 | মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি লাতিন আমেরিকান দেশগুলোর সাথে কিউবার সম্পর্ক যেহেতু পরিবর্তন হতে শুরু করেছে, সেহেতু এই দ্বীপটিতে প্রযুক্তি ও মানবাধিকার বিষয়ক নীতি নির্ধারনী বিতর্ক এবং সংবাদমাধ্যম সম্প্রচার বা মিডিয়া কভারেজ নিয়ে এলেরি সমালোচনামূলক অন্তর্দৃষ্টি দিয়েছেন। | Так как отношения Кубы с США и остальной Латинской Америкой начинают меняться, Эллери вносит критический взгляд на политические дебаты и репортажи в СМИ о технологиях и проблемах с правами человека на острове.. |
15 | ধারনা করা হচ্ছে, গ্লোবাল ভয়েসেস এবং অনলাইন প্রকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে এলেরি পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন। | Эллери принимает роль директора в важное время для Global Voices и свободы слова и выражения в интернете. |
16 | তার কাজ ইতিমধ্যে প্রমাণ করেছে যে কাজের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা, আবেগ এবং কৌশলগত চিন্তাধারার যে মিশ্রণ রয়েছে তা অ্যাডভোকেসি সম্প্রদায় এবং এর লক্ষ্য অর্জনের সেবায় অব্যাহত থাকবে। | Её работа доказала, что соединяющиеся в ней опыт, пылкость и стратегическое мышление будут также хорошо продолжать служить сообществу Advox и его миссии. |
17 | তার নেতৃত্বে সামনে অগ্রসর হওয়ার সুযোগ পেয়ে আমরা উদ্দীপ্ত! | Мы рады двигаться вперёд под её руководством! |