Sentence alignment for gv-ben-20091003-6745.xml (html) - gv-rus-20090929-162.xml (html)

#benrus
1গ্লোবাল ভয়েসেস এবং ব্লগ অ্যাকশন ডে ২০০৯Global Voices и День Активных Блогов 2009
2সারা বিশ্বের ব্লগাররা ১৫ই অক্টোবর এক সাথে জড়ো হবে জলবায়ু পরিবর্তন বিষয়ে ব্লগে লেখার জন্য, যা হবে সামাজিক পরিবর্তনের জন্য ওয়েবের সবচেয়ে বড় এক অনুষ্ঠান: যার নাম ব্লগ অ্যাকশন ডে।15 октября состоится одно из самых масштабных социальных событий в сети Интернет: Blog Action Day (День Активных Блогов), когда блоггеры со всего мира соберутся для обсуждения проблемы глобального изменения климата.
3প্রতি বছর এই দিনটি পালন করা হয়, বিশ্বের সকল ব্লগারকে এই দিনে একত্রিত হয় একটিমাত্র বিষয়ে লেখা পোস্ট করার জন্য।Это ежегодное событие объединяет блогеров со всего мира, когда все они в один и тот же день могут писать на одну и ту же тему.
4বিশ্ব জুড়ে প্রদর্শন করা এই অনুষ্ঠানের উদ্দেশ্য, বিশ্ব বর্তমানে যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা তৈরি করা ও বিশ্ব জুড়ে চলমান এক আলোচনা কে উৎসাহ প্রদান করা।
5ব্লগ অ্যাকশন ডের নিজস্ব ব্লগে ২০০৯ সালের ব্লগ অ্যাকশন ডের বিষয় কি হবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রবিন বেক:Цель этой глобальной акции - поднять уровень сознания и способствовать межрегиональному общению по важным задачам, которые стоят перед всеми нами.
6২০০৯ সালের ব্লগ অ্যাকশন ডের বিষয়টি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।На официальном блоге Робин Бек (Robin Beck) объявил тему Дня Активных Блогов 2009:
7ব্লগ অ্যাকশন ডের এবারের বিষয়: জলবায়ু পরিবর্তন।Я счастлив объявить, что темой Дня Активных Блогов 2009 будет глобальное изменение климата.
8হাজার হাজার লোক এ বিষয়ে ভোট দিয়েছে এবং বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় এক সাথে আমরা তাজা শ্বাস বয়ে নিয়ে আসব, যেমনটা আমাদের নেতারা এ বছরের ডিসেম্বরে কোপেনহেগেনে এই সমস্যার এক দীর্ঘ স্থায়ী সমাধানের জন্য আলোচনায় বসবেন।Тысячи людей проголосовали за это, и вместе мы собираемся придать новый размах дебатам по вопросам мирового изменения климата в то время, как наши лидеры готовятся к встрече в Копенгагене в декабре этого года для поиска общего долгосрочного решения по данному вопросу.
9ব্লগ অ্যাকশন ডের স্থপতি কলিস এবং সায়ান টা'য়েড। ২০০৭ সালে তারা এনভাটোতে তাদের দলের সহায়তায় এটি স্থাপন করেন।День Активных Блогов был основан Collis & Cyan Ta'eed в 2007году при поддержке компании Энвато.
10প্রথম বছর তারা প্রায় ২০,০০০ ব্লগারকে, বছরের একটি বিশেষ দিনে পরিবেশ বিষয়ক একটা লেখা উৎসর্গ করতে উৎসাহিত করে।В первый же раз основателям удалось собрать 20 000 блоггеров, которые посвятили день общению на тему окружающей среды.
11পরের বছর, ২০০৮ সালে তারা “দারিদ্রতা” নামক বিষয় নির্বাচন করে, এই বিষয় নিয়ে ব্লগ লেখার জন্য।В следующем, 2008 году они обозначили тему бедности, и блоггеры делились своими взглядами на данную проблему и идеями для ее решения.
12ব্লগাররা তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরে এবং এই সমস্যা সমাধানে তাদের চিন্তাভাবনা কি তা উপস্থাপন করে। ব্লগে এ বছরের লেখার বিষয় হল জলবায়ু পরিবর্তন।В этом году темой станет глобальное изменение климата, что является отличной возможностью для первоначальных дискуссий и онлайн кампаний, организованных в преддверие встречи КС15 в Дании в декабре 2009года.
13এই বিষয় নিয়ে আলোচনা ও অনলাইনে প্রচারণার জন্য এটি এক দারুণ সুযোগ। এর মাধ্যমে ২০০৯ এর ডিসেম্বরে ডেনমার্কে অনুষ্ঠিতব্য কপ১৫ জাতিসংঘ সম্মেলন-এর আগে এই বিষয়টিকে সংগঠিত করা যাবে।Принять участие в Дне Активных Блогов 15 октября может каждый, в независимости от того, присоединяется он к этому действию через блоги, онлайн дневники или журналы.
14অক্টোবর ১৫ -র ব্লগ অ্যাকশন ডেতে যে কেউ অংশগ্রহণ করতে পারে, ব্লগ, অনলাইন সাময়িকী ও পত্রিকায় অংশগ্রহণ করতে পারে।Нет никаких ограничений ни по количеству постов, ни по их содержанию до тех пор, пока изменение климата остается темой постов.
15যে কেউ যত ইচ্ছা লেখা পোস্ট করতে পারবে, তবে তাকে অবশ্যই জলবায়ু পরিবর্তন নিয়ে লিখতে হবে।Среди организаций, поддерживающих День Активных Блогов такие компании как Oxfam, Avaaz, TckTckTck, Greenpeace и Amnesty International.
16ব্লগ এ্যাকশন ডের সমর্থকদের মধ্যে অক্সফাম, আভাজ, ট্যাক ট্যাক ট্যাক, গ্রীনপিস ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠান রয়েছে।Будучи официальным партнером Дня Активных Блогов, Global Voices поддерживает акцию и призывает блоггеров со всего мира выражать свою поддержку онлайн и присоединяться к движению.
17এই কর্মসূচির অংশীদার হিসেবে গ্লোবাল ভয়েসেস ব্লগ অ্যাকশন ডে কে সমর্থন করার জন্য নিবন্ধন করতে সারা বিশ্বের ব্লগারদের উৎসাহিত করে, এই অনুষ্ঠানের জন্য এবং এই কর্মসূচিতে যোগদান করতে তারা সবাইকে উৎসাহিত করে।
18১৫ই অক্টোবর এবং তার পরে গ্লোবাল ভয়েসেসের ব্লগাররা এর সাথে যুক্ত হবে।
19সে সময় সারা বিশ্বের ব্লগাররা জলবায়ু পরিবর্তন এবং তারা যে পরিবেশে বাস করে সে সম্বন্ধে যে কথা বলবে, গ্লোবাল ভয়েসেস সেই লেখাগুলো লিঙ্ক বা যুক্ত করবে এবং অনুবাদ করবে।15 Октября и позже Global Voices будет размещать ссылки и переводить высказывания блоггеров со всего мира об изменении климата и окружающей среды, в которой они живут.