Sentence alignment for gv-ben-20120606-27626.xml (html) - gv-rus-20120607-14948.xml (html)

#benrus
1সিঙ্গাপুর: নেটিজেনদের প্রশ্নের মুখে পত্রিকার ‘চ্যারিটি’ উদ্যোগСингапур: интернет-пользователи возмущены “благотворительностью” газеты
2সিঙ্গাপুরের ইংরেজি ভাষার একমাত্র ব্রডশিট পত্রিকা দ্য স্ট্রেইট টাইমস সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, তারা চ্যারিটি বা সেবা কাজ পরিচালনার জন্য একটি ভক্সওয়াগন গাড়ি নিলামে তুলবে।Единственная в Сингапуре англоязычная газета The Straits Times (Трудные Времена) объявила недавно о продаже с аукциона автомобиля Volkswagen в благотворительных целях.
3কিন্তু এ ঘোষণায় সিঙ্গাপুরের জনগণ খুশি না হয়ে বরং ক্রুদ্ধ হয়েছেন। কারণ এই সেবা কাজের জন্য উত্তোলিত অর্থ সরাসরি নিম্ন আয়ের মানুষের কাছে যাবে না।Однако сингапурцы были возмущены, когда обнаружилось, что собранные деньги не будут отданы семьям с низким доходом, а будут направлены для оформления дня них годовой подписки на The Straits Times.
4তারা অর্থ সাহায্যের পরিবর্তে এক বছরের জন্য দ্য স্ট্রেইট টাইমস পত্রিকার গ্রাহক হবেন।Цитата редактора газеты Уоррена Фернандеса: “Мы хотим дать молодежи в этих семьях драгоценный подарок: доступ к информации и окно в мир со всеми его возможностями.
5দ্য স্ট্রেইট টাইমস পত্রিকার সম্পাদক ওয়ারেন ফার্নান্দেজ বলেছেন, “আমরা নিম্ন আয়ের পরিবারের তরুণ সদস্যদেরকে একটি চমৎকার উপহার দিবো: তথ্যে প্রবেশাধিকার দিয়ে তাদের সামনে এক নতুন পৃথিবীর দুয়ার খুলে দিবো এবং এর সব সম্ভাবনা হাজির করবো।
6যা তাদের জীবনকে এক ধাপ সামনে এগিয়ে দেবে।Это поможет им преуспеть в жизни.
7আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, প্রতিদিন তাদের বাড়িতে এক কপি স্ট্রেইট টাইমস দিলে, তারা এটা সম্ভব করতে পারবে।“Мы искренне верим, что ежедневные экземпляры нашего издания, доставляемые в их дома, сделают это”.
8তবে এর মধ্যে দিয়ে কিছু বিষয় উঠে এসেছে, দ্য স্ট্রেইট টাইমস প্রকৃতপক্ষে কোনো চ্যারিটি বা নিম্ন আয়ের মানুষদের সাহায্য করছে না।Некоторые отметили, что фактически это не является благотворительностью для семей с низким доходом.
9এর পরিবর্তে তারা তাদের ১ হাজার কপি পত্রিকা বিক্রি করছে, যার অর্থ আসবে নিলামের গাড়ি থেকে। আর নিলামের গাড়ি দান করেছে ভক্সওয়াগন।Было просто продано 1000 подписок на газету, оплатив их деньгами, вырученными с аукциона от продажи автомобиля, который в свою очередь был пожертвован компанией Volkswagen.
10জিউই লি সুই তার ফেসবুক পাতায় লিখেছেন, পত্রিকাটি যদি আন্তরিকভাবে নিম্ন আয়ের লোকদের সাহায্য করতে চাইতো, তাহলে তাদের পত্রিকা বিনামূল্যেই দিতো:Гве Ли Суй написал на своей странице в Facebook, что если бы газета действительно хотела помочь малоимущим семьям, она предложила бы бесплатную подписку:
11প্রিয় ওয়ারেন ফার্নান্দেজ, আপনি যদি সত্যি সত্যি বিশ্বাস করে থাকেন দ্য স্ট্রেইট টাইমস নিম্ন আয়ের পরিবারের তরুণদের একটি চমৎকার উপহার দিবে, তাহলে আপনার নিজের টাকা নিজের কাছেই রাখুন।Дорогой Уоррен Фернандес, если вы и в правду верите в то, что The Straits Times является лучшим подарком для молодых людей из малоимущих семей, то засуньте свои деньги в свой в рот.
12বিনামূল্যে আপনার পত্রিকা বিলি করুন।Станьте спонсором соей собственной бесплатной подписки.
13লী কিন মুন অনলাইন সংবাদ প্রতিবেদনের একটি ছবি টুইট করেছেন, যেখানে দেখা যাচ্ছে ৯০ শতাংশ পাঠকই এই সংবাদে অসন্তুষ্ট হয়েছেন:Ли Кин Мун размесил в Twitter скришот онлайн-репортажа, на котором видно, что 90% читателей недовольны этой новостью:
14@মিস্টারব্রাউন: পাঠকরা তাদের চ্যারিটি নিলাম নিয়ে ভালো করেই জানে।@mrbrown: Читатели SPH знают, что они думают о их “благотворительном” аукционе.
15এর প্রতিক্রিয়া হিসেবে নিউ নেশনও চ্যারিটি বা সেবা কাজের ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে সিঙ্গাপুর চিলড্রেন সোসাইটি উপকৃত হবে:
16… আজ থেকে আমরা আমাদের নিজস্ব চ্যারিটি বা সেবা কর্মের উদ্বোধন করলাম। এর মাধ্যমে সিঙ্গাপুর চিলড্রেন সোসাইটি উপকৃত হবে।В ответ на это издание New Nation запустило свою благотворительную кампанию в поддержку сингапурского Общества детей:
17আমরা এটা করেছি, কারণ আমরা বিশ্বাস করি, যেকোনো সেবাকর্ম-ই হতে হয় আন্তরিকতার সাথে।…с сегодняшнего дня мы начинаем свое благотворительное мероприятие, выбранный нами бенефициар - сингапурское Общество детей [анг].
18নিজের পণ্যের বাজার বাড়ানোর জন্য এটা করা উচিত নয়।
19দ্য স্ট্রেইট টাইমস ভক্সওয়াগনের দেয়া গাড়ি নিলামের মাধ্যমে ১০৭,৫০০ ডলার উত্তোলনের লক্ষ্যমাত্রা স্থির করেছে।Мы делаем это, потому что верим, что благотворительность должна быть искренней, а не являться отчаянной попыткой продать свою продукцию.
20আমরা জানি না কতো টাকা আমরা তুলতে পারবো। তবে আমরা ধরে নিয়েছি, এটা ১০৭,৫০০ ডলার হবে।Они преследуют цель собрать 107 500 долларов - стоимость автомобиля, пожертвованного Volkswagen газете The Straits Times.
21ভক্সওয়াগন গাড়ির দামও এই পরিমাণ টাকা। এই কার্যক্রম চলবে ১৫ জুলাই পর্যন্ত।Мы не уверены в том, сколько мы можем получить, но мы постараемся изо всех сил: 107 500 долларов - это стоимость автомобиля Volkswagen.
22আর এই সময়ের মধ্যেই স্ট্রেইট টাইমস সর্বোচ্চ নিলামকারীর নাম ঘোষণা করবে।Акция продлится до 15 июля, в этот же день The Straits Times объявит победителя аукциона.