Sentence alignment for gv-ben-20110616-18094.xml (html) - gv-rus-20110616-4422.xml (html)

#benrus
1সিরিয়াঃ দামেস্কে সরকার পন্থীদের শোভাযাত্রায় ২. ৩ কিলোমিটার লম্বা একটা পতাকাСирия: Флаг длиной 2,3км на митинге в поддержку правительства в Дамаске
2এই প্রবন্ধটি সিরিয়া বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ.Этот пост является частью нашей специальной рубрики Протесты в Сирии 2011.
3সিরিয়ায় আজ (১৫ জুন, ২০১১) রাষ্ট্রপতি বাসার-আল আসাদ পন্থীরা এক শোভাযাত্রার আয়োজন করে। শোভা যাত্রায় তারা রাজধানী দামেস্কের মেজ্জাহতে একটা ২.Сторонники президента Сирии Башара Аль Ассада провели сегодня митинг в поддержку правительства, пронеся флаг длиной 2,3 км по улице Меззе в столице Дамаск и скандируя «Народ с Башаром Аль Ассадом».
4৩ কিলোমিটার লম্বা পতাকা বহন করে।Даниэль выложил фото в Twitter и прокомментировал:
5সে শোভাযাত্রায় স্লোগান দেওয়া হচ্ছিল “ জনতা বাসার আল আসাদকে চায়”।Флаг длиной 2300 метров появился на автостраде Меззе в Дамаске.
6টুইটারে, ড্যানিয়েল এই শোভাযাত্রার কিছু ছবি প্রদর্শন করেছে এবং টুইট করেছে:
7দামেস্কের মেজ্জাহ নামক রাস্তায় ২৩০০ মিটার লম্বা একটা পতাকা প্রদর্শন করা হয়েছে।
8লোকজন জড়ো হয়েছে। http://twitpic.com/5bsc3a ড্যানিয়েল, টুইটারে ২.Собралось много народу. http://twitpic.com/5bsc3a
9৩ কিলোমিটার লম্বা পতাকার ছবি প্রদর্শন করছে।Даниэль выложил фото флага в Twitter
10আনান টেল্লো এর সাথে যোগ করেছে:Анан Телло добавляет:
11” সিরিয়ার সবচেয়ে বড় পতাকা সাথে নিয়ে আছি” দামেস্কের মেজ্জাহ সড়কে তরুণদের এক প্রচারণা শুরু হয়েছেМолодежная кампания “Неси с нами самый большой в Сирии флаг” началась на автостраде аль-Меззе в Дамаске
12নাই ইচ্ছা প্রকাশ করেছে, যদি সে এই শোভাযাত্রায় অংশ নিতে পারত:Наи хотел бы присутствовать на митинге:
13আহ, আমি যদি আগামীকাল মেজ্জাহতে অনুষ্ঠিত ২৩০০ মিটার লম্বা পতাকা শোভাযাত্রায় উপস্থিত থাকতে পারতাম।Я хотел бы быть там и пройтись завтра по Меззе с флагом длиной 2300 метров.
14#সিরিয়া #দামেস্ক#Syrian #Damascus
15তবে টুইটারে অন্যরা এতটা উত্তেজিত নয়।Однако другие пользователи Twitter не очень воодушевлены.
16হানিন আলহাসানলিখেছে [ar]:Ханиин Аль Хасан замечает [aр]:
17আজ আমরা দেখতে পাচ্ছি সিরিয়ার নাগরিকরা উদ্বাস্তু হিসেবে উদ্বাস্তু শিবিরে বাস করছে … আবার সিরিয়ার নাগরিকরা নাচছে ও উদযাপন করছে এবং তাদের শাসককে সমর্থন করছেСегодня мы видим Сирийцев в лагерях для беженцев… и Today we see Syrians as refugees in camps … и Сирийцев, танцующих и поддерживающих режим
18এ ছাড়াও টুইটারে, ফরেন পলিসির ব্লাক হাউসসেল তার মতামত প্রদান করেন। তিনি বলেন যে সিরিয়ার সকল নাগরিকরা একই ধারণা পোষণ করে না।Редактор Foreign Policy [Внешняя политика] Блейк Хауншел также делится в Twitter своим мнением о том, что не все Сирийцы разделяют одну точку зрения.
19সে টুইট করেছে :Он пишет:
20@এমিলে_হোকায়েম @আবুআরডভার্ক @এক্রোসদাবে, এদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, আমি এখনো নিশ্চিত নই যে, সংখ্যাগরিষ্ঠ সিরীয় নাগরিক বাসারের বিদায় কামনা করে।@emile_hokayem @abuaardvark @acrossthebay Я лично до сих пор не убежден в том, что большинство Сирийцев хочет, чтобы Башар ушел.
21মতের যে পার্থক্য তার প্রমাণ সামাজিক প্রচার মাধ্যমগুলো, বিশেষ করে ফেসবুক, যেখানে ১৫ মার্চের বিক্ষোভ শুরু হবার পর থেকে সরকার পন্থী এবং সরকার বিরোধী পাতা উঁকি দিচ্ছে।Раскол очевиден на сайтах гражданской журналистики, в частности в Facebook, где есть страницы как в поддержку, так и против режима с начала протестов 15 марта.
22হিসেব করে দেখা গেছে যে কেবল ফেসবুকে সিরিয়ার সরকারকে সমর্থন করে ১৫ টি পাতা তৈরি করা হয়েছে।По примерным оценкам, только в Facebook существует примерно 15 страниц в поддержку режима.
23এর মধ্যে দামাস্কাস নিউজ নেটওয়ার্ক (ডিএনএন) অন্যতম, যাদের ৩,০০০ অনুসারী রয়েছে।Среди них и Damascus News Network (DNN) [Новостная Сеть Дамаска], которая насчитывает более 3 000 членов.
24এটা এই সব অনুসারীদের প্রতিদিনের ঘটনার তাজা সংবাদ প্রদান করে এবং সুযোগ পাওয়া মাত্রই বিক্ষোভকারীদের নিন্দা জানায় এবং তাদের উপর আক্রমণ চালায়।На странице появляются обновления по каждому событию, а также не упускается возможность атаковать и дискредитировать протестующих при любом удобном случае.
25মেজ্জাহ-এ অনুষ্ঠিত আজকের শোভাযাত্রার বিষয়ে, ডিএনএন লিখছে:О сегодняшней митинге на улице Меззе DNN сообщает:
26দামেস্কের আলমাজ্জা সড়কে আমাদের রাষ্ট্রপতি বাসার আল আসাদের প্রতি সমর্থন প্রকাশের জন্য সিরিয়ার পতাকা উত্তোলন (২৩০০ মিটার লম্বা এবং ১৮ মিটার চওড়া) করার জন্য আয়োজিত শোভাযাত্রায় লক্ষ জনতা স্বতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করে।Почти миллион Сирийских граждан спонтанно собрались сегодня для поднятия Сирийского флага (2300 метров в длину и 18 метров в ширину) в защиту президента Башара Аль Ассада на автостраде Аль Меззе в Дамаске.
27আলজাদেদ লেবাবেস টিভি, আদদোওনিয়া এবং সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছেКаналы Aljadeed Lebabese TV , Addounia и Сирийский государственный канал ведут прямую трансляцию с места событий.
28এদিকে, শামনিউজ, যেটি সিরিয়া বিপ্লবের সাধারণ ব্যবহারকারীদের ফুটেজ এবং ভিডিও-র প্রধান সরবরাহকারী এবং যারা ফেসবুকের এক পাতার মাধ্যমে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, তারা আজকের এই সরকার পন্থী শোভাযাত্রার কথা উল্লেখ করেনি।Тем не менее, ShaamNews, являющийся главным поставщиком создаваемого пользователями контента и видеорепортажей о революции в Сирии, который также имеет свою страницу в Facebook, не упомянул сегодняшний проправительственный митинг.
29ফেসবুকে শাম নিউজের অনুসারীর সংখ্যা ১২৭,০০০ জন।Страница насчитывает более 127 000 последователей.
30এই প্রবন্ধটি সিরিয়া বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।