# | ben | rus |
---|
1 | ফিলিপাইন স্বীকার করেছে যে পোপ ফ্রান্সিসের ভ্রমণের সময় গৃহহীনদের উৎকৃষ্ট রিসোর্টে নিয়ে যাওয়া হয়েছিল | Филиппинские власти во время визита Папы Римского Франциска отправили бездомных на элитный курорт |
2 | পিক্সেল অফিন্সিভ ছদ্মনামের এক শিল্প সংগ্রাহকের আঁকা প্রদর্শন করছে সমাজকল্যাণ মন্ত্রী ডিনকি সোলিমান যিনি ক্ষমতাসীন লিবারেল পার্টির হলুদ অ্যাপ্রোন পরিধান করে রয়েছেন এবং পোপের নজর থেকে রাস্তার শিশুদের লুকিয়ে ফেলার জন্য দেওয়াল সাদা করছে। | Изображение, созданное анонимным художником арт-коллектива Pixel Offensive, показывает министра социального обеспечения Динки Солиман, одетая в желтый цвет правящей Либеральной Партии и белящая стены, чтобы спрятать уличных детей от Папы. |
3 | পোপ ফ্রান্সিসের ফিলিপাইনস আগমনের প্রস্তুতি হিসেবে ম্যানিলার রাস্তা থেকে গৃহহীন এবং গরীবদের সরিয়ে দেওয়ার ঘটনা বারবার অস্বীকার করার পর অবশেষে ফিলিপাইনস সরকারের সমাজকল্যাণ মন্ত্রী স্বীকার করলেন যে পোপের ভ্রমণের সময় ১০০টির মত পরিবারকে এয়ারকন্ডিশন রিসোর্টে পাঠানো হয়েছিল। | После неоднократного отрицания того, что бездомных и нищих спрятали с улиц Манилы для подготовки к визиту Папы Римского Франциска в страну, министр социального обеспечения Филиппин признала вывоз около 100 бедных семей на курорт с кондиционируемыми номерами во время визита Папы. |
4 | মানবিক এক মন্ত্রণালয় হিসেবে পরিচিত সমাজকল্যাণ ও উন্নয়ন মন্ত্রণালয়ের (ডিএসডাব্লিউডি) মন্ত্রী ডিনকি সোলিমান সংসদের এক অনুসন্ধানী সভায় বলেন যে তার মন্ত্রণালয় রোক্সাস-এর প্রশস্ত পথ থেকে ওইসব পরিবারকে বাতাঙ্গাস-এর শীতাতপ নিয়ন্ত্রিত রিসোর্টে নিয়ে যাওয়া হয়, ম্যানিলায় যে রাস্তা দিয়ে পোপের মোটর গাড়ির শোভাযাত্রা তার গন্তব্যে এগিয়ে গিয়েছে। | Со слезами на глазах министр социального обеспечения и развития Динки Солиман сказала на встрече в сенате, что ее министерство отвезло бедные семьи на курорт с кондиционирумыми номерами в Батангас, чтобы очистить бульвар Роксас, который был частью маршрута кортежа Папы в Манилу. |
5 | নাসুগবু বাতাসাঙ্গায় অবস্থিত দি শাতু রয়ালে নামের রিসোর্ট ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ ফিলিপাইনসের রাজধানী শহরের ৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। | Курорт «Chateau Royal» в Насугбу в провинции Батангас расположен в 90 километрах к югу от столицы преимущественно католической страны. |
6 | এই ছয় দিনের এক “পারিবারিক অবসর” কাটানোর জন্য উক্ত মন্ত্রণালয়কে ৯৭,০০০ মার্কিন ডলার খরচ করতে হয়েছে, সম্ভবত যা একুইনোর দূর্নীতি-নির্মূল প্রচেষ্টার অংশ। | Министерство потратило $97 600 на шестидневный вывоз бедных семей в «семейный лагерь», якобы в рамках правительства Акино по борьбе с нищетой. |
7 | মন্ত্রনালয়ের মতে এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে এর অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি যা তাদের চাকুরী খুঁজে পেতে কিংবা জীবিকা নির্বাহে সাহায্য করবে। | По данным министерства, целью этой программы является то, чтобы дать участникам необходимые навыки, которые помогут им найти работу или средства к существованию. |
8 | এখানে উল্লেখ করা প্রয়োজন যে পোপ ফ্রান্সিস গরীবদের প্রতি সমর্থনের কারণে জনপ্রিয়, তিনি এই দেশে এসেছেন কারণ তিনি অভাবগ্রস্ত এবং নিঃস্ব নাগরিকদের স্বচক্ষে দেখতে চেয়েছেন, বিশেষ করে হাইয়ান নামক টাইফুনের যারা শিকার তাদের। | Стоит отметить, что Папа Римский Франциск, который известен тем, что поддерживает бедных, посетил страну, чтобы своими глазами увидеть реальные условия неимущих и обездоленных филиппинцев, особенно жертв тайфуна Хайян. |
9 | ফিলিপাইনের নেট নাগরিকরা ডিএসডাব্লিউডি-এর মন্ত্রী এবং রাষ্ট্রপতি নোয়নোয় একুইনোর প্রশাসনকে বিদ্রূপ করছে: | Филиппинские пользователи сети высмеивали министра социального обеспечения и развития и администрацию президента Бениньо Акино: |
10 | প্রিয় ডিনকি সোলিমান, যদি আপনি গৃহহীনদের বদলে পোপের কাছ থেকে নিজের মুখ লুকিয়ে রাখতেন, তাহলে আরো অনেক লোক আপনার প্রতি খুশী হত। ডিনকি সোলিমান। | Уважаемая Динки Солиман, если бы вы только спрятали свое лицо от @Pontifex, а не от бездомных, мы были бы более счастливыми с вами. |
11 | পোপ ফ্রান্সিসের চোখের সামনে থেকে গরিবদের সরিয়ে নেওয়া সত্যিকার অর্থে গরীব সম্প্রদায়ের বিরোধীতা করা। | Спрятать бедных от папы Франциска - действительно против бедных, Динки Солиман. |
12 | আর ডিনকি সোলিমান আপনি পোপ ফান্সিসের আশীর্বাদ লাভ করেছেন! | И вас благословил Папа Римский Франциск, Динки Солиман! |
13 | আপনি কত না নির্লজ্জ! | Как не стыдно! |
14 | ডিনকি সোলিমান কি ভাবে কল্পনা করল যে গরীব লোকেরা পোপ ফ্রান্সিসের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ তার সাক্ষী হয়ে রইলাম। | Станьте свидетелем того, как Динки Солиман представляет бедных людей, как угрозу безопасности Папе Римскому. |
15 | এই নির্বোধ মন্ত্রীর তৎক্ষণাৎ পদত্যাগ করা উচিত। | Этот глупый министр должен подать в отставку немедленно! |
16 | ডিনকি সোলিমান কি মনে করে পথ শিশুদের নিয়ে ঘটা কেলেঙ্কারির বিষয়ে পোপের কোন ধারণা নেই? | Динки Солиман думает, что Папа не имеет ни малейшего представления о детях на улице? |
17 | এই তথ্য প্রযুক্তির যুগে কেউ কোন কিছু লুকাতে পারে না। | В информационную эпоху никто не может что-либо скрыть. |
18 | মন্ত্রী ডিনকি সোলিমান কেন আপনি রাস্তার শিশুদের লুকিয়ে ফেললেন যখন তারাই ছিল মূল্যবান একজন যাদের পোপ অনুসন্ধান করছিল? | Министр Динки Солиман, почему вы спрятали уличных детей , когда когда они были именно теми, кого искал Папа? |
19 | আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আমাদের কি বিব্রত না হতে হল। | Какой стыд перед мировым сообществом |
20 | পিক্সেল অফেন্সিভ-এর আরেকটি মীম, যা ফেসবুকে প্রদর্শিত হয়েছে। | Другой мем арт-коллектива Pixel Offensive в Facebook. |
21 | মন্ত্রী ডিনকি সোলিমান এর আগের এক সংবাদ অস্বীকার করে যে সংবাদে উল্লেখ করা হয় যে উক্ত মন্ত্রণালয় পোপের এই ভ্রমণের সময় গরীবদের তার সামনে থেকে লুকিয়ে ফেলে। | Министр Солиман ранее отрицала [англ] информацию в новостях о том, что министерство собрало и спрятало нищих во время визита Папы Римского. |
22 | এর আগে তিনি জোর দিচ্ছিলেন তার মন্ত্রণালয় যে প্রশিক্ষণ দিচ্ছিল তার সময়কাল পোপের এই ভ্রমণের সাথে ঘটনাক্রমে মিলে গেছে। | Она настаивала на том, что решение ее министерства на вывоз бедных просто совпало с визитом Папы. |
23 | গৃহহীন পরিবারদের “এলাকা ছাড়া” করার বিষয়টি সোলিমান স্বীকার করে নেওয়ার, ফিলিপিনো আইন প্রণেতারা এই ঘটনায় এক তদন্ত শুরুর নির্দেশ প্রদান করেছেন। | После того, как Солиман призналась в вывозе бездомных семей, филиппинские законодатели начали расследование [англ] по этому факту. |
24 | পোপ ফিলিপাইনস ত্যাগ করার সাথে সাথে ওই সকল গরীব পরিবারকে আবার ম্যানিলায় ফিরিয়ে আনা হয়। | Бедные семьи были отвезены обратно в Манилу после того, как Папа покинул страну. |