Sentence alignment for gv-ben-20120328-24085.xml (html) - gv-rus-20120413-12851.xml (html)

#benrus
1প্যালেস্টাইন: গাজার নাগরিকরা জ্বালানী তেল এবং বিদ্যুৎ সঙ্কটে ভুগছেПалестина: жители Газы страдают от нехватки топлива и электричества
2গত দশক থেকে, “গাজা” এবং “সঙ্কট” নামক দুটি শব্দ প্রায় পরস্পরের পরিপূরক হয়ে উঠেছে।За последние десять лет Газа непременно ассоциируется с понятем “кризис”.
3সঙ্কটের সীমা যুদ্ধ থেকে শুরু করে সামরিক হামলা এবং অভিযান, থেকে সামরিক দখলদারিত্ব পর্যন্ত বিস্তৃত হয়ে এখন তা বিদ্যুৎ ও জ্বালানী সঙ্কটে এসে ঠেকেছে।Кризис приобретает разные формы: от военных действий, бомбежек и захватов до аккупации и, а в данном случае, до перебоев с подачай электричества и доставкой топлива.
4চলতে থাকা ইজরায়েল-এর অবরোধের কারণে গাজা ভূখণ্ড বাড়তি এক সমস্যা যুক্ত হল, সেটি হচ্ছে জ্বালানী তেল সঙ্কট, গাজায় ইজরায়েল কর্তৃক সরবরাহকৃত সীমিত পরিমাণ জ্বালানী তেল পাওয়া যাচ্ছে যা অত্যন্ত চড়া দামে বিক্রি হচ্ছে।Помимо продолжающейся израильской блокады, Сектор Газа страдает от кризиса топлива, и единственным доступным источником на данный момент являются запасы Израиля в ограниченном количестве и по завышенные ценам.
5জ্বালানী তেলের এই সঙ্কট, বিদ্যুতের সঙ্কট সৃষ্টি করেছে, যেহেতু বিদ্যুৎ কোম্পানী তাদের মূল জেনারেটার জ্বালানী তেলে চালিয়ে থাকে।Дефицит топлива наложился на перебои с электричеством.
6হাসপাতালের বিকল্প বিদ্যুৎ উৎপন্নকারী জেনারেটার, বেকারী, এবং পাম্প ছাড়াও বাসাতেও জেনারেটার ব্যবহার হয়।Топливо используется для поддержания работы генераторов основных элекростанций, альтернативных генераторов энергии, хлебопекарен и канализационных насосов, а также бытовых генераторов энергии.
7ফিলিস্তিনি নাগরিক জ্বালানী তেলে পাত্র পূর্ণ করার জন্য অপেক্ষা করছে।Палестинцы ожидают, чтоб заполнить контейнеры топливом.
8ছবি মাজদি ফাতহির, কপিরাইট ডেমোটিক্সের (২১/০৩/২০১২)।Снимок Майди Фаси, авторские права Demotix (21/03/2012).
9গাজার নাগরিকরা তাদের এই পরিস্থিতির বিষয়ে মন্তব্য করেছে (যখন বিদ্যুৎ ছিল তখন তারা এই সব মন্তব্য করে):Жители Газы прокомментировали ситуацию в социальных сетях (когда есть электричество, сделайте следующее):
10@ওমার_গাজা: জ্বালানী সঙ্কটের কারণে গাজা এখন এক প্রচণ্ড অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে!@Omar_Gaza: Из-за недостатка топлива Газа рискует сделать опасный и мрачный поворот!
11বেকারী, স্কুল, দোকান, গাড়ি, ট্যাক্সি; জীবন শীঘ্রই থেমে যাবেХлебопикарни, школы, больницы, магазины, машины, такси и жизнь скоооооро будет на исходе.
12এই এলাকাটি যে বিদ্যুৎ সঙ্কটের মুখে পতিত হয়েছে তার প্রথম শিকার হচ্ছে মোহাম্মেদ আল হেলুয় নামের সাত মাস বয়সের এক শিশু, জ্বালানী তেল ফুরিয়ে যাওয়ার কারণে তার কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রটি বন্ধ হয়ে গেলে উক্ত শিশুটি মৃত্যু বরণ করে।Первой жертвой недостачи энергии, возникшей в Секторе Газа, стал семимесячный ребенок Мохаммед Ал Делоу, который умер после того, как закончилось топливо в генераторе, который поддерживал работу его дыхательной системы.
13@লেইলাযাহরা:জ্বালানীর বিষয়ে আমরা যেমনটা টুইট করেছিলাম, # গাজার হাসপাতাল সমূহকে রোগীদের জীবন বাঁচানোর জন্য জ্বালানী তেল প্রদানে অস্বীকার করা হচ্ছে, যে জ্বালানী তেলের মাধ্যমে তারা তাদের রোগীদের টিকিয়ে রাখতে সক্ষম# গাজা৪(ফর)গাজা@LeilZahra: В то время, как мы чирикаем об энергии, больницам в #Gaza было отказано в энергии, которая спасает жизни пациентов #Gas4Gaza
14কল্পনা করুন, এই পরিস্থিতিতে ইজরায়েল গাজার উপর হামলা চালালো?IПредставьте если Израиль нападёт на Сектор Газа в подобной ситуации?
15হাসপাতালের আর পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা নেই, অ্যাম্বুলেস বা দমকল বাহিনীর গাড়ি অথবা কোন কিছুর জন্য কোন জ্বালানী নেই!Больницы не справятся с ситуацией и не будет горючего для скорой помощи, пожарников и других служб!
16সামাজিক প্রচার মাধ্যমে বিদ্যুৎ এবং/ অথবা জ্বালানী তেলের সঙ্কট সবচেয়ে জনপ্রিয় বিষয়ে পরিণত হয়েছে।Недостаток электроэнергии и горючего становится самой популярной темой среди палестинцев на социальных медиа платформах.
17ফেসবুক স্ট্যাটাসে এর জন্য বিদ্যুৎ কোম্পানিকে অভিশাপ প্রদান করা হচ্ছে, অথবা বিদ্যুৎ আসায় খুশী হয়ে টুইট করা, একটি প্রথায় পরিণত হয়েছে।Такие вещи, как статусы Фейсбука, проклинающие электрические компании, или радостные твиты, означающие возвращение электричества, стали привычными.
18জেগে উঠে খুব ভালো লাগল এবং আবিষ্কার করলাম যে বাড়ীতে বিদ্যুৎ আছে #গাজা #রেয়ারথিংТак приятно проснуться и узнать, что дома есть электричество #gaza #RareThings
19বিদ্যুৎ কোম্পানী গাজা ভূখণ্ডকে বিভিন্ন এলাকা এবং কেন্দ্রে ভাগ করেছে, এবং প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে ছয় ঘন্টা করে বিদ্যুৎ প্রদান করা হচ্ছে।Компания электроэнергии поделила Сектор Газа на зоны и районы, каждый из которых получает электричество по шесть часов в сутки согласно принципу цикличности.
20ব্লগার রান্দা আবু রামাদান একটি ব্লগপোস্ট লিখেছেন, যেখানে তিনি গৃহে বিদ্যুৎ পাওয়ার ভিত্তিতে গৃহকর্তার চরিত্র বিশ্লেষণ করেছে:Блоггер Ранда Абу Рамадан написала пост [ar], в котором она анализирует личность в соответствии со временем суток, кгда в дом подается электричество:
21যদি আপনি মাঝরাত থেকে ভোর ছয়টা পর্যন্ত বিদ্যুৎ পান, তাহলে আপনি একজন দয়ালু ব্যক্তি, কিন্তু একসাথে আপনি বোকা এবং আপানাকে ছলনায় সহজে ভোলানো যায়।Если вы получите электричество с полночи до 6 утра, Вы добрый человек, но Вы так же наивны и Вас легко обмануть.
22অন্য নাগরিকরা ভালো সময়ে বিদ্যুত পায়, কিন্তু আপনি খারাপ একটা সময়ে বিদ্যুৎ পান, যে সময়ে এটা কোন কাজে লাগে না!Другие люди получают электричество в более благоприятное время, но как жаль, если Вы получаете его в неудобное время, непригодное ни для чего!
23সবচেয়ে বড় কথা, নাগরিকদের বিদ্যুৎ যাওয়া আসার হিসেবে তাদের দৈনন্দিন কাজ গুছিয়ে নেবার উপায় বের করেছে।Более того, люди должны организовывать свой день в соответствии с доступом к электричеству.
24আল জাজিরার টক-এর সাংবাদিক ইউসেফ আবু অয়াতফা লিখেছে কি ভাবে তার বন্ধুর মা দৈনন্দিন কাজের ক্ষেত্রে বিদ্যুৎ সঙ্কটের দ্বারা আক্রান্ত হচ্ছে:Абу Ватфа, репортер для Al Jazeera Talk, написал [ar], как мама его друга обусловлена в работе по дому:
25জামা কাপড় ধোয়া এবং রান্নার জন্য আমার বন্ধুর মাকে, তার দৈনন্দিন গৃহস্থালী কাজ মাঝরাত পর্যন্ত স্থগিত রাখতে হচ্ছে, কারণ এই দুটি কাজের জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হয়।Его мама вынуждена откладывать домашние хлопоты за полночь. Стирка и приготовление пищи сопряжены с использованием электричества.
26জ্বালানী সঙ্কট যত তীব্র হচ্ছে, ততই গাজা ভূখণ্ডে বিপুল পরিমাণ গ্যাসের সিলিন্ডার এসে জমা হচ্ছে।Большое количество газовых труб собираются на станцияхв Секторе Газа в то время, как углубляется кризис топлива.
27ছবি আহমেদ দীব-এর। কপিরাইট ডেমোটিক্সের (০৫/ ০৩/২০১২)।Избражение сделано Ахмедом Диб, авторские права Demotix (05/03/2012).
28একটি টুইটে এর সারাংশ তৈরী করা যায়, যা কিনা ফাদি লিখেছে:Фейди резюмирует ситуацию в твите[ar]:
29টুইটার ১৪০টি অক্ষরে আমাদের চিন্তার সারসংক্ষেপ তৈরী করতে বলে, এদিকে গাজা আমাদের শিক্ষা দেয় কি ভাবে আমাদের সারা জীবনকে বিদ্যুৎ-থাকা ছয় ঘন্টার মাঝে নিয়ে আসতে হয়, যে পরিমাণ বিদ্যুৎ আমরা প্রতিদিন পেয়ে থাকি।Твиттер учит нас излагать наши мысли в 140 символах, а Газа учит нас сжимать всю нашу жизнь в 6 часов электричества в день.
30নুর আবেদ, এক স্কুল শিক্ষক, তিনি টুইট করেছে:Ноур Абед, школьный учитель , твитит [ar]:
31স্কুলে যারা আমার ছাত্রছাত্রী: যখন আমি তাদের খাতায় গলিত মোম আবিষ্কার করি, আমি উপলব্ধি করি মোমবাতির আলোয় তারা তাদের বাড়ির কাজ করেছে।Студенты в школе: когда нахожу следы расплавленного воска на их тетрадях, я понимаю, что они делали домашнюю работу при свечах!
32এবং সাম্প্রতিক এক জরিপ দেখাচ্ছে যে গাজার ৪৮ শতাংশ নাগরিক জ্বালানী সঙ্কটের জন্য তাদের স্থানীয় সরকারকে দায়ী করছে।Как показывает недавний опрос, 48 процентов жителей Газы винят местное правительство в кризисе топлива в Газе.
33টুইটারে ইজ্জ শাওয়া বলছে:Изз Шава написала в Твиттере [ar]:
34গাজার জনতা এমন এক সরকারে জন্য অপেক্ষা করছে যে কিনা নিজের সমস্যার জন্য অন্যকে দোষারোপ করবে না, তার বদলে তারা সমস্যা সমাধানের সর্বোত্তম চেষ্টা করবে, অথবা যদি তারা তা সমাধান করতে না পারে, তাহলে তারা পরিস্থিতিকে সহজ করবে।Люди в Газе с нетерпением ожидают прихода правительства, которое не винит других в собственных проблемах, но делает все возможное чтоб решить или стереть их, если она не поддаются разрешениею.
35ব্লগার ইয়াসের আসোরও, ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ বিনিময়ের বিষয়টি খেয়াল করেছে, যেমনটা সে তারব্লগে লিখেছে:Блоггер Яссер Фшоур также заметил обмен обвинениями между палестинскими чиновниками, написавши в своем блоге [ar]:
36যখন আমরা বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম কেন এমনটা হচ্ছে, তখন সে বলল: ইজরায়েল, গাজায় তার দখল জোরদার করেছে।Когда мы спросили представителся электрокомпании о причине, он сообщил: [Израильская] Оккупац я усиливает блокаду Газы.
37যখন আমরা গাজার একজন সরকারি কর্মকর্তা বিষয়টি সম্বন্ধে জিজ্ঞেস করলাম তখন সে বলল: রামাল্লাহর সরকার [ফিলিস্তিনি কর্তৃপক্ষ] একচেটিয়া ভাবে সব টাকা নিয়ে নিচ্ছে এবং এটাই বিদ্যুৎ সঙ্কটের কারণ।Когда мы спрашиваем представителя провительства Газы, он сообщает: правительство Рамаллы [палестинские власти] монополизирует деньги и в ответе за нехваткку энергии.
38যদিও গাজার সরকারি কর্মকর্তারা, নিজেদের রক্ষায় বেশ কয়েকটি ঘোষণা প্রদান করেছে, দাবী করেছে তাদের বিরুদ্ধে এক ভয়ানক “ষড়যন্ত্র” পরিচালনা করা হচ্ছে, অনেকে যা বিশ্বাস করতে পারছে না। ব্লগার এবং ফটোগ্রাফার খালেদ শাফি তার ব্লগ পোস্টে লিখেছে:Несмотря на то, что официальные представители правительства Газы выступили с рядом деклараций, защищающих себя, утверждая, что против них проводится огоромная “конспирация”, многие люди все же не верят.
39এখানে ও সেখানে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে, তার হিসেব রাখার সময় আমি পাচ্ছি না।Блоггер и фотораф Кхалед Сафи пришет в посте блога [ar]:
40ঘটনা হচ্ছে, [টিভিতে] আপনাদের যুক্তি প্রদর্শনের সময় আমার ঘরে বিদ্যুৎ থাকে না।У меня нет времени для ознакомления со всеми заявлениями и обвинениями.
41আমি দিনের বেশীর ভাগ সময় বাইরে কাটাই, হয় আমি পরিবহনের অপেক্ষায় থাকি, নয়তো জ্বালানী সংগ্রহে যুদ্ধ করি (পেট্রোল পাম্পে), অথবা সকাল বেলায় বেকারীতে গিয়ে তর্কে লিপ্ত হই।Проблема в том, что у меня нет электричества, чтобы услышать вашу точку зрения [на телевидение].
42জ্বালানী সঙ্কট নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে, (এবং সম্ভবত এক ধরনের থেরাপি দেওয়ার উদ্দেশ্যেও) ফিলিস্তিনি একদল ব্লগার একটি উদ্যোগ গ্রহণ করেছে, যার নাম “ জ্বালানীর জন্য ব্লগ” (আরবী ভাষায়)।Я провожу большую часть времени на улице, ожидая транспорта или в борьбе за топливо (на заправке), или в утренних дебатах в хлебопекарне.
43আগামীতে এ বিষয়ে আরো তাজা সংবাদ প্রদান করা হবে।Это пост был написан совместно с Ола Анан и Ясмин Эль Кхоудари
44ওলা আনান এবং ইয়াসমিন এল খোউদারী যৌথভাবে এই পোস্টটি লিখেছেКорректорская правка: Марианна Петрова