# | ben | rus |
---|
1 | নিখোঁজের দুই বছর পরেও সন্ধান মেলেনি কেনিয়ান ব্লগার বগঙ্ক বোসিরের | Кенийский блогер Богонко Босире всё еще не найден спустя почти два года после его исчезновения |
2 | সংসদের তৃতীয় অধিবেশনের ষষ্ঠ সাধারণ সভায় কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বক্তব্য প্রদান করছেন। | Президент Кении Ухуру Кениата произносит речь на шестой очередной сессии третьего созыва парламента. |
3 | ফ্লিকরের (সিসি বিওয়াই ২. ০) মাধ্যমে গভর্মেন্টজেডএ এর দেয়া ছবি। | Фото GovernmentZA via Flickr (CC BY 2.0) |
4 | কেনিয়ান ব্লগার বগঙ্ক বোসিরে এর অনুসন্ধান কাজ পুনরায় শুরু করতে কেনিয়ানরা আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়ে উঠেছেন। তিনি প্রায় দুই বছর আগে নিখোঁজ হন। | Кенийцы обратились к социальным сетям, чтобы возобновить поиски Богонко Босире, кенийского блогера, который пропал без вести почти два года назад. |
5 | #কোথায়আছেনবগঙ্কবোসিরে শিরোনামের হ্যাশট্যাগটি ব্যবহার করে টুইটার ব্যবহারকারীরা জ্যাকোল নিউজের বিতর্কিত এই লেখকের ভাগ্য জানার চেষ্টা করছেন। জ্যাকোল নিউজের শিরোনাম হচ্ছেঃ “খবর এবং খোশ-গল্পগুলো একান্তই আমাদের। | Используя хэштег #WhereIsBogonkoBosire [прим. переводчика: #ГдеБогонкоБосире], пользователи Twitter размышляют о судьбе провокационного автора из Jackal News, слоган которых гласит: «У нас есть новости и сплетни. |
6 | আপনি উৎস কিংবা লক্ষ্যবস্তু দুটোই হতে পারেন”। | Вы - или источник или цель». |
7 | এজেন্সি ফ্রান্স-প্রেসের জন্য পূর্ব আফ্রিকার বিভিন্ন খবরাখবর সংগ্রহের সময় একজন সাংবাদিক হিসেবে বোসিরে তাঁর ব্লগের মাধ্যমে ভুল ভাবে কেনিয়ার অনেক ক্ষমতাবান ব্যক্তিদের বেশ উত্যক্ত করে তুলেছিলেন। তিনি তাঁর ব্লগে তারকাদের নিয়ে বিভিন্ন রটনা এবং ক্ষমতার আঙিনায় ঘটে যাওয়া বিভিন্ন দূর্নীতি ফাঁস করে দেন। | Журналист [анг], который ранее освещал события в северной Африке для Франс-Пресс, Босире раскритиковал [анг] влиятельных лиц в Кении и их неправомерные действия в своём блоге, где он писал о скандалах, связанных с коррупцией и знаменитостями в правящих кругах. |
8 | বোসিরে নিখোঁজ হওয়ার আগে তাকে বেশ কয়েকবার হুমকি দেয়া হয় এবং তাঁর ওয়েবসাইটটি নূন্যতম একবার হলেও ডিজিটাল আক্রমণের শিকার হয়েছে। | До исчезновения Босире многократно угрожали [анг] и его веб-сайт претерпел по крайней мере один взлом. |
9 | তাকে গত ১৮ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে শেষবারের মতো দেখা যায়। | Последний раз он был замечен 18 сентября 2013 года. |
10 | তাঁর পরিবার বলছে, তাকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়ার আশা তারা হারিয়ে ফেলেছেন। | Члены его семьи говорят [анг], что оставили надежду найти его живым. |
11 | প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা এবং তাঁর ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুতোর বিরুদ্ধে হওয়া আন্তর্জাতিক অপরাধী আদালতের (আইসিসি) খবর প্রচারের কারণে বোসিরে বেশ সুপরিচিত এক নাম। | Босире был известен своими репортажами о деле в международном уголовном суде против президента Ухуру Кениаты [анг] и его заместителя Уильяма Руто, в которых он уделял большое внимание предполагаемому участию правительства в бесчинствах после выборов в 2007-2008. |
12 | তাঁর প্রচারিত খবরে মূলত ২০০৭-০৮ সালে নির্বাচন-পরবর্তী সহিংসতায় সরকারের জড়িত থাকার অভিযোগ আনায় কেনিয়াত্তাকে মামলার দায়ে আদালতের শরণাপন্ন হওয়া প্রথম রাষ্ট্র প্রধান হিসেবে ইতিহাসে নাম লেখাতে হয়েছে। | В октябре 2014 года Кеньятта стал первым главой государства, который предстал перед судом. 5 декабря 2014 года международный уголовный суд отказался от обвинений кенийского президента, утверждая, что кенийское правительство отказалось передавать жизненно важные доказательства для дела. |
13 | কেনিয়ান সরকার এই মামলা প্রমাণের জন্য অপরিহার্য প্রমাণাদি হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে, এ কথা বলে আইসিসি ৫ ডিসেম্বর, ২০১৪ তারিখে কেনিয়ান প্রেসিডেন্টকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। | Босире был обвинен [анг] в разоблачении личностей свидетелей стороны обвинения в международном уголовном суде и казался сторонником президента Ухуру Кениаты из-за общего тона его репортажей. |
14 | বোসিরের বিরুদ্ধে আইসিসিতে বাদীপক্ষের সাক্ষীর পরিচয় ফাঁস করে দেয়ার অভিযোগ আনা হয়েছে এবং তাঁর সংগৃহীত খবরের বিশেষ মাত্রার কারণে তাকে প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার মিত্রশক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। | |
15 | তাঁর নিখোঁজ হওয়ার সময় থেকে অনেক গুজব এবং এই ব্লগারের ভাগ্যে আসলেই কি ঘটেছে সে প্রসঙ্গে নানা ষড়যন্ত্রমূলক তত্ত্ব ছড়ানো হয়েছে। | С момента его исчезновения, многие слухи и теории заговора [анг] распространились о том, что действительно случилось с блогером. |
16 | তাঁর পরিণতি সম্পর্কে অনলাইনে নানা গুজব প্রচলিত আছে। | Многие слухи вокруг его судьбы распространялись онлайн. |
17 | কেউ কেউ বলছেন, তিনি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পালিয়ে গেছেন। | Некоторые говорят, что он сбежал в Демократическую республику Конго. |
18 | এমনকি কয়েকজন আইসিসি'র সাথে সংশ্লিষ্ট কেউ তাঁর নিখোঁজ হওয়ার সাথে জড়িত আছেন বলে দাবি করেছেন। | Некоторые даже утверждали, что члены международного уголовного суда имеют некоторое отношение к его исчезновению. |
19 | অবাক করা বিষয়, তাঁর নিখোঁজ হওয়ার কিছুদিন পর পর্যন্ত তাঁর টুইটার একাউন্টটি সক্রিয় ছিল। | Странно, что его аккаунт в Twitter оставался активным [анг] еще некоторое время после его исчезновения. |
20 | কেনিয়া টুডের মোজার কেরর লক্ষ্য করেছেন, বোসিরের নিখোঁজ হওয়ার ঘটনাটি উহুরু কেনিয়াত্তার প্রশাসনের অন্যতম এক রহস্য হয়ে রয়ে গেছে। | Моузер Керор из Kenya Today отметил, что [анг] исчезновение Босире остается одной из тайн администрации Ухуру Кениаты. |
21 | #কোথায়আছেনবগঙ্কবোসিরে হ্যাশট্যাগটিতে গত ৭ জুন, ২০১৫ তারিখে চার ঘন্টা যাবৎ এক নতুন ধারা তৈরি করা হয়েছে। | Хэштег #WhereIsBogonkoBosire находился в тренде в течении четырех часов [анг] 7 июня 2015 года. |
22 | সাইপ্রিয়ান উল্লেখ করেছেন, তাঁর নিখোঁজ হওয়া প্রসঙ্গে কেনিয়ান প্রেসিডেন্ট জনসম্মুখে কোন মন্তব্য প্রদান করেননিঃ | Cyprian отметил, что кенийский президент не дал никаких публичных комментариев о его исчезновении: |
23 | বগঙ্ক বোসিরের নিখোঁজ হওয়া প্রসঙ্গে প্রেসিডেন্ট উহুরু এখনও কোন ধরণের মন্তব্য করেননি। | Президент Ухуру должен все-таки как-то прокомментировать исчезновение Богонго Босире. |
24 | কেনিয়া নি কে ওয়েতু এই ব্লগারের বুদ্ধিমত্তা স্বীকার করে বলেছেনঃ | Kenya ni Kwetu признал интеллект блогера: |
25 | কিছু কিছু ক্ষেত্রে বিতর্কিত সাংবাদিক হওয়া সত্ত্বেও - বগঙ্ক অত্যন্ত মেধাবী, প্রতিভাবান একজন মানুষ ছিলেন। | Богонго Босире был умным, талантливым и даже скандальным журналистом. |
26 | নিয়াও হাউজের প্রসঙ্গ উল্লেখ করে ডিন ডেভিড ডিন বলেছেন যে সাবেক প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মই এর শাসনামলে সরকারের সমালোচকদের সেটি অত্যাচার সেল হিসেবে ব্যবহৃত হতোঃ | Дин Дэвид Дин сослался на Ньяйо-Хаус, где бывший президент Даниэль арап Мои содержал камеры пыток для правительственных критиков: |
27 | @সি নিয়াকুন্ডিএইচ বলেছেন, #কোথায়আছেনবগঙ্কবোসিরে কেউ কি নিয়াও হাউজ পরীক্ষা করে দেখবেন? | @C_NyaKundiH #WhereIsBogonkoBosire кто-нибудь может проверить камеру пыток, она может работать, вы знаете это не правомерно! |
28 | ওটা এখনও কার্যকর থাকতে পারে। | Многие отметили сохраняющуюся интригу, окружающую его случай: |
29 | কারণ কানু এখন ক্ষমতায়! তার এই ঘটনাকে ঘিরে অনেক চক্রান্ত লক্ষনীয়: | Я чувствую запах слишком большого количества интриг, окружающих его таинственное исчезновение, которое должно быть раскрыто. |
30 | তাঁর এই হারিয়ে যাওয়া রহস্যের ক্ষেত্রে আমি অনেক বেশি চক্রান্তের ঘন্ধ পাচ্ছি যেটা অবশ্যই উদঘাটন করা উচিৎ। | На сегодняшний день, его исчезновение до сих пор остается загадкой. |
31 | এখন পর্যন্ত তাঁর অন্তর্ধান এক রহস্যই রয়ে গেছে। | Переводчик: Алла Васина |