Sentence alignment for gv-ben-20120603-27523.xml (html) - gv-rus-20120605-14870.xml (html)

#benrus
1গ্রীস: নব্য নাৎসি দল “গোল্ডেন ডন”-এর সমর্থকদের অভিবাসীদের বিরুদ্ধে আরো হামলাГреция: неонацисты из партии “Золотой рассвет” атаковали иммигранта
2গ্রীসের নব্য নাৎসি যে দলটি সফল ভাবে তাদের যাত্রা শুরু করেছে, সেই গোল্ডেন ডন (সোনালি সুর্যোদয়)-এর ১৫-২০ জন যুবা সমর্থকের একটি দল, ২৯ মে ২০১২ তারিখে গ্রীসের রাজধানী এথেন্সের আগিওস নিকলাওয়াস নামক মেট্রো স্টেশনে প্রায় ৩০ বছর বয়স্ক এক পাকিস্তানী নাগরিকের উপর হামলা চালায়।29 мая группа из 15-20 молодых сторонников неонацистской партии “Золотой рассвет” совершила нападение [анг] на 32-летнего пакистанца на станции метро в афинском районе Агиос Николаос, известном большой численностью иммигрантского населения.
3আগিওস নিকলাওয়াস নামক এলাকা বিশাল এক অভিবাসী জনগোষ্ঠীর জন্য বিখ্যাত।
4(৬ মে) নির্বাচনের দিন গ্রীসের থেসেলোনিকায় গোল্ডেন ডন এর সমর্থকরা দলের ৭ শতাংশ ভোট লাভের সংবাদে ফ্লায়ার (প্রজ্বলিত মশাল) ধরে আছে।Собрание сторонников "Золотого рассвета" в Салониках 6 мая - в день выборов, на которых их партия набрала 7% голосов.
5ছবি আলেকজান্দ্রো মিকালিডিস-এর © কপিরাইট ডেমোটিক্সের।Источник изображения: Alexandros Michailidis © Copyright Demotix
6এই গুণ্ডার দলটি ফ্যাসিবাদি স্লোগান যেমন, “তোমরা কখনো গ্রীসের নাগরিকে পরিণত হবে না!”Молодые люди вошли на станцию, выкрикивая фашистские слоганы вроде “Вы никогда не станете греками!”.
7দিতে দিতে স্টেশনে প্রবেশ করে, তার তাদের ওই মানুষটিকে তাদের লক্ষ্যবস্তু নির্ধারণ করে, তাকে মাটিতে ফেলে দেয় এবং তাকে মারতে থাকে, বিস্মিত যাত্রীরা বিষয়টি দেখতে থাকে।Они окружили жертву, повалили на землю и избили на глазах у шокированных пассажиров.
8টিভিএক্সএস-এর এক সংবাদে একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা প্রদান করেছে [গ্রীক ভাষায়] এবং ব্যাখ্যা করেছে যখন সে এই দলের নির্মমতার বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রদর্শন করে তখন আসলে কি ঘটেছিল:Один из свидетелей происшествия пересказывает увиденное [греч] в интервью каналу TVXS и передает, что случилось, когда он попытался остановить избиение:
9যখন প্রহারের ঘটনা চলতেই থাকে, আমি তাদের দিকে তাকিয়ে চিৎকার করতে শুরু করি এবং হুমকি দিতে শুরু করি যে আমি পুলিশ ডাকব […]।Когда они атаковали его, я начал кричать, ругаться на них и сказал, что позову полицию.
10তখন গুণ্ডাদের ওই দল আমার দিকে এগিয়ে আসতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে, ‘তুই বিশ্বাসঘাতক, এই দেশ ছেড়ে চলে যা', এবং বলে “কমিউনিস্ট, আমরা তোকেও ছুরি মারব”।(…) Тогда они стали выкрикивать мне угрозы вроде “Предатель, убирайся из страны” и “Мы зарежем тебя, коммунист”.
11তিনি এই বলে উপসংহার টেনেছেন:В заключение он отмечает:
12Μικρός μέσος όρος ηλικίας για τη φασιστική αυτή ομάδα, μεγάλος δυστυχώς ο φόβος των επιβατών. Αν είχαμε μιλήσει όλοι μαζί θα τα είχαν μαζέψει και θα είχαν φύγει σίγουρα…».Фашистская группа состояла, в основном, из молодых людей, но пассажиры всё равно были сильно перепуганы.
13ফ্যাসিস্ট দলের যে সব সদস্য, তাদের গড় বয়স অনেক কম, দুর্ভাগ্যজনকভাবে যাত্রীদের আতঙ্কের মাত্রা ছিল তীব্র।Если бы мы все вместе дали им отпор, они бы точно сбежали.
14যদি আমরা সকলে একসাথে প্রতিক্রিয়া প্রদর্শন করতাম, তাহলে তারা নিশ্চিত পালিয়ে যেত।Блогер Фрагиска Мегалоуди [греч] оставила комментарий к статье о происшествии, отметив бездействие полиции:
15ব্লগার ফারগকিস্ককা মেগালোদি ঘটনার সময় পুলিশের অনুপস্থিতি নিয়ে তৈরী করা এক সংবাদ প্রবন্ধের নীচে মন্তব্য করেছেঃЯ не удивлена тем, что психопаты-фашисты безнаказанно творят, что им вздумается.
16আমি এতে সন্তুষ্ট নই, এই সমস্ত বিকৃত মানসিকতার ফ্যাসিস্টরা কোন ধরনের কোন শাস্তি ছাড়াই, নির্বিঘ্নে তাদের কর্ম সমাপ্ত করছে।Защиты от греческой полиции ожидать не приходится - [наверняка] половина из них голосовала за “Золотой рассвет”.
17গ্রীসের পুলিশের কাছ থেকে আমি কোন নিরাপত্তা আশা করি না, যেহেতু [সম্ভবত] তাদের অর্ধেকই গোল্ডেন ডনকে ভোট দিয়েছে।Поступали сообщения и о других атаках, также совершенных 29 мая.
18২৯ মে তারিখে এথেন্সে অন্য আরেকটি হামলার সংবাদ পাওয়া যায়। একই দিনে বিকেলে গোল্ডেন ডন, ১৪৫৩ সালে অটোমান সাম্রাজ্যের হাতে কনস্টান্টিনোপল-এর পতন স্মরণে সেয়ানটাগমা স্কোয়ারে এক শোভাযাত্রার আয়োজন করে।Кстати, именно в этот день сторонники “Золотого рассвета” проводили на афинской площади Синтагма собрание в память о падении Константинополя в 1453 году после нападения Османской империи.
19এর চারদিন আগে গোল্ডেন ডনের নেতা নিকোলাস মিহালোলিকাস, লিখিত ঘোষণা প্রদান করে:За четыре дня до этого лидер “Золотого рассвета” Николаос Михалолиакос написал следующий призыв:
20আমার সঙ্গী কমরেডরা, আপনারা আপনাদের পতাকা উত্তোলন করুন (…) । সামনে এক কঠিন সময় আসছে, এবং এই সময়ে প্রমাণিত হবে কে প্রকৃত গ্রীক এবং কারা বিশ্বাসঘাতক।Собратья, поднимите ваши знамена (…) Нас ожидают тяжелые времена, которые и покажут, кто настоящий грек, кто националист, а кто предатель.
21৬ মে তারিখে গ্রীসের সংসদ নির্বাচনে গোল্ডেন ডন-এর ৭ শতাংশ ভোট লাভের পর থেকে অভিবাসীদের উপর নির্বিচারে হামলা শুরু হয়েছে, বিশেষ করে এথেন্সের কেন্দ্রীয় এলাকায় এই ধরনের ঘটনার পরিমাণ উল্লেখযোগ্য সংখ্যায় বেড়ে গেছে।После того как партия “Золотой рассвет” получила 7% голосов на прошлых парламентских выборах, случаи нападений на иммигрантов заметно участились, особенно в центре Афин.
22তবে দলটি নিজে কখনো এ ধরনের হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।Однако партия не берет на себя ответственности за эти происшествия.
23বর্ণবাদী মনোভাবাপন্ন হামলা এবং উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে জুনে এথেন্স এবং থেসালোনিকায় শোভাযাত্রা এবং বিক্ষোভের আয়োজন করা হয়েছে।На июнь в Афинах и Салониках запланирован ряд демонстраций против проявлений расовой ненависти и радикальных правых объединений.