# | ben | rus |
---|
1 | জর্জিয়া: চল যৌনতার কথা বলি… | Грузия: поговорим о сексе, крошка… |
2 | জর্জিয়ার সোশাল মিডিয়া বা সামাজিক প্রচার মাধ্যমের সবচেয়ে গুঞ্জরিত বিষয় রাজনীতি, নির্বাচন, ক্রীড়া, সমস্যা, ভূকম্প, অথবা বিপর্যয় নয়। | Возможно, самой нашумевшей темой в грузинских социальных медиа была не политика, выборы, спорт, кризис, землетрясения или катастрофы. |
3 | তার বদলে বলা যায় এই মাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয় এক নতুন টেলিভিশন অনুষ্ঠান। | |
4 | এর নাম ঘাহমে সোহরেনাস্টান। এটি আইমেডি টিভিতে প্রদর্শিত হয়। | Нет, самой обсуждаемой темой было телешоу Ghame Shorenastan. |
5 | অনুষ্ঠানের শিরোনাম অনুবাদ করলে দাঁড়ায় “সোহরেনার সাথে একরাত” এবং এই অনুষ্ঠানে যৌনতা নিয়ে আলোচনা করা হয়। এ ধরনের অনুষ্ঠান জর্জিয়ার টেলিভিশনে প্রথম। | Шоу выходит в эфире ТВ Имеди, его название переводится как Ночь с Шореной, и главным его аспектом является секс. |
6 | দেশটির প্রাক্তন প্লেবয়ের প্লেমেট (প্লেবয় নামক যৌন পত্রিকার বিশেষ ব্যক্তি) সোহরেনা বেগাসভিলি অনুষ্ঠানে থাকায়, এই অনুষ্ঠান অনলাইনে প্রচুর মতামত পেয়েছে। এইসব মতামতের মধ্য ইতিবাচক ও নেতিবাচক, উভয়ের ধরনের মত রয়েছে। | Будучи первым телешоу подобного рода, где в качестве ведущей выступает бывшая модель Плейбоя Шорена Бегашвили, шоу получило много отзывов в Интернете, как позитивных, так и негативных. |
7 | নাইটগ্রাভিটি এই ধরনের অনুষ্ঠানে উৎসাহিত বোধ করছেন। | NightGravity была, несомненно, восхищена. |
8 | এই অনুষ্ঠান কাজ করবে। | Это сработает. |
9 | আমি নিশ্চিত এটি প্রচুর জনপ্রিয়তা লাভ করবে। ততটা বিখ্যাত নয় এমন ব্যক্তি এবং রক্ষণশীল লোকেরাও এই অনুষ্ঠান দেখবে। | Я уверена, что это смотрели многие знаменитые, не очень знаменитые, а также консервативные люди. |
10 | সকলেই একমত যে জর্জিয়ার টেলিভিশনে যৌনতার মত বিষয় নিয়ে এক টিভি অনুষ্ঠান থাকা উচিত এবং এ রকম সমালোচনা ছিল কৌশলগত প্রকৃতির, যেমন এক সমালোচক লুকরেনক এ ধরনের সমালোচনা করেছেন। | Каждый согласен с тем, что Грузии нужна телепрограмма о сексе, и большинство негативных комментариев, таких как эта критика блоггера lukrenc, были, в основном, технического плана. |
11 | এই অনুষ্ঠান সম্বন্ধে বলা যায়, এখানে নি:সন্দেহে কৌতূহলী এবং যৌন আবেদনময়ী উপস্থাপিকা রয়েছে- যার নাম সোহরেনা বেগাসভিলি- কিন্তু এই অনুষ্ঠান তেমন কিছুই না- এই অনুষ্ঠান দেখে আমার মনে হয়েছে, আমি ‘সেরা দশ সঙ্গীত ভিডিও-র মত' এক অনুষ্ঠান দেখছি। | |
12 | জর্জিয়ার জনপ্রিয় ব্লগার টোমুসাকা। তিনি এই অনুষ্ঠান নিয়ে বেশ কিছু পোস্ট লিখেছেন এবং তিনি এর প্রত্যেকটি অনুষ্ঠানের পর্যালোচনা করেছেন। | Несомненно, Шорена Бегашвили - интересная и сексуальная телеведущая, но само шоу не очень, я думал, что слушаю «Лучшую десятку музыкальных клипов». |
13 | ভদ্রমহিলা এই অনুষ্ঠানের কৌশলগত দিক নিয়ে সমালোচনা করেছেন। | Популярный грузинский блоггер Tomushka написала несколько постов о шоу и обозревала каждый эпизод. |
14 | এর মধ্যে কোন মূল বিশেষ বিষয় নেই। | Также она критиковала технические аспекты. |
15 | এটি অনেকটা এমটিভির এক অনুষ্ঠানের মত। | Это выглядело как программа MTV. |
16 | ৪৫ মিনিটের এই অনুষ্ঠানে ২০ মিনিট বিজ্ঞাপন এবং ২০ মিনিট ধরে এমটিভির গানের ভিডিও দেখতে হয়: ডি; শেষ ৫ মিনিট এখানে কেমন আছেন বলে সবাইকে বিদায় জানানো হয়, এই সাথে বলা হয়, “যৌনতা খারাপ নয়, যৌনতা ভালো”:ডি | Из 45 минут 20 было занято рекламой и 20 клипами MTV, а последние 5 минут ушли на приветствие, прощание и слова вроде “секс -это не плохо, секс - это хорошо” :D |
17 | লিসোহটোটা এমনকি এই অনুষ্ঠান নিয়ে এক অনলাইন জরিপ পরিচালনা করেছেন। | Lishtota даже провела онлайн опрос на тему, спрашивая “Когда «Ночь с Шореной» будет закрыта?” |
18 | এই জরীপে প্রশ্ন করা হয়েছিল, “কখন সোহরেনার সাথে এক রাত” অনুষ্ঠান বাতিল করা হবে? | [1. Через месяц или ранее (40%); 2. Через несколько месяцев (28%); Шоу не будет закрыто (31%)] |
19 | [১. এক মাসের মধ্যে অথবা আরও আগে (৪০ শতাংশ ব্যক্তি একই মত পোষণ করেন); ২) কয়েক মাস পরে (২৮ শতাংশ ব্যক্তি একই মত পোষন করেন); এই অনুষ্ঠান আদৌ বাতিল হবে না (৩১ শতাংশ ব্যক্তি একই মত পোষণ করেন)।] | Другой блогге Giorgi Benashvili был удивлен тем, что люди не отреагировали на шоу должным образом, особенно авторы и продюсеры ожидали скандала. |
20 | আরেকজন ব্লগার গিয়র্গি বেনাসভিলি বিস্মিত যে, এই অনুষ্ঠানের বিরুদ্ধে লোকজন তেমন শক্তিশালী ভাবে প্রতিক্রিয়া দেখায় নি। বিশেষ করে লেখক এবং এই অনুষ্ঠানের পরিচালক এর বিরুদ্ধে কিছু দুর্নাম আশা করেছিল। | Сегодня, в 2009 году обучение сексу по телевидению больше неактуально - это вывод, сделанный на основе той тишины, с которой была встречена программа, и которой не ожидали ни ее авторы, ни я. |
21 | “আজ, ২০০৯ সালে, টেলিভিশনের মাধ্যমে যৌন শিক্ষা দেওয়া তেমন আর প্রাসঙ্গিক বিষয় নয়- এভাবেই এই অনুষ্ঠান সম্পর্কে উপসংহার টানা হয়, কারণ যে ভাবে নিরবতার মাধ্যমে এই অনুষ্ঠানকে সংবর্ধনা জানানো হয়েছে, তা এর লেখক বা আমার কাছে আশাপ্রদ বলে মনে হয়নি। | Если бы шоу было сделано в 2001году, я могу представить себе эффект, который оно имело бы в отличие от того, что есть сейчас. |
22 | যদি এই অনুষ্ঠানটি ২০০১ সালে তৈরি করা হত, তা হলে আমি কল্পনা করি এর প্রভাব বর্তমানে যেমনটা পড়েছে তার বিপরীত হত”। | |
23 | বাস্তবতা হচ্ছে এই অনুষ্ঠান সম্বন্ধে তেমন প্রতিকূল প্রতিক্রিয়া না থাকা, অনেকের মনে ধারণা দেয় যে সমাজ বা অন্তত অনলাইন সমাজ এই ধরনের অনুষ্ঠান গ্রহণে তৈরি। | Фактически, отсутствие враждебной реакции говорит о том, что общество или, как минимум, его часть онлайн, было готово к такому шоу. |
24 | ব্লগের অনেক পোস্ট এবং ফোরামে এমনকি এই অভিযোগ করা হয়েছে যে, এই অনুষ্ঠানে যথেষ্ট পরিমাণ তথ্য থাকে না, যেমন একটি মন্তব্যে অভিযোগ করা হয়েছে। | Многие даже жалуются на блогах и форумах, что шоу было недостаточно информативным. Например, вот один из комментариев: |
25 | নিশ্চিতভাবে বলা যায় মেয়েটা সুন্দর, সকলকিছু [অনুষ্ঠান-ডি।] আমাদের জীবনের মত-শীতলতা মুড়ে দেওয়া হয়েছে এক অসংযত চাদরে। | Девушка, конечно, классная. Однако, все [шоу - D.] было как наша жизнь - холодно завернуто в экстравагантную обложку. |
26 | যৌনতা আমাদের এক স্বপ্নের কথা স্মরণ করিয়ে দেয় :ডি :ডি | Секс остался сном :D :D |
27 | সম্ভবত এই টেলিভিশন অনুষ্ঠান এক যৌন বিপ্লব ঘটিয়ে দেবার আশা করেছিল, কিন্তু তা করতে ব্যর্থ হয়েছে, কারণ জর্জিয়া ইতোমধ্যে “সোভিয়েত ইউনিয়নে কোন যৌন বিষয় থাকবে না” জাতীয় মানসিকতা থেকে বের হয়ে আসতে পেরেছে। | Возможно, создатели телешоу надеялись совершить сексуальную революцию, но им это не удалось, так как Грузия уже успела отойти от точки зрения, что «в СССР нет секса». |
28 | এই বিষয়টি এ দেশে আর নিষিদ্ধ কোন বিষয় নয় এবং হয়তো ইতোমধ্যে এক যৌন বিপ্লব ঘটে গেছে, যদিও এক মসৃণ বিপ্লব। | Это тема больше не является табу и, вероятно, сексуальная революция уже прошла, хотя она и была вельветовой. |