# | ben | rus |
---|
1 | ভারতঃ উন্নত ই-বর্জ্য ব্যবস্থাপনায় গতি বৃদ্ধি | Индия: что делать с электронными отходами? |
2 | বর্তমানে, ই- বর্জ্য, বা ইলেক্ট্রনিক ওয়েস্ট অথবা ইলেক্ট্রনিক আবর্জনা, বিশ্বের অন্যতম দ্রুত এক জঞ্জালের পরিণত হয়েছে এবং সারা বিশ্বের পরিবেশবাদীরা “ বিনষ্ট হবার সময়কালের” যৌক্তিক কারণে উদ্বেগ প্রকাশ করছে। | |
3 | ভারতেও, বিগত বছর ধরে ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ধীরে ধীরে সচেতনতা গড়ে উঠছে, বিশেষ করে গত সাত বছর ধরে দেশটির ই-বর্জ্য ব্যবস্থাপনায় বিশাল গতিশীলতা লাভ করেছে। | В наши дни объемы электронных отходов по всему миру возрастают с катастрофической скоростью, и защитники окружающей среды крайне обеспокоены вопросами их утилизации. |
4 | কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রণালয়ের (এমওইই) দ্বারা গঠিত এক কমিটির সম্প্রতি প্রকাশিত (পিডিএফ) রিপোর্টে এই তথ্য জানা গেছে: | В Индии данная проблема также обретает все большую актуальность, особенно принимая во внимание резкое увеличение [анг] объема электронных отходов в стране за последние семь лет. |
5 | ই-বর্জ্যকে বিনষ্ট করা, ভারতের জন্য এক প্রধান চ্যালেঞ্জ। | Согласно докладу [анг], подготовленному Министерством окружающей среды и лесного хозяйства Индии: |
6 | দেশটির আমদানিকারকেরা ই-বর্জ্যের অন্যতম এক প্রধান উৎস, যার বেশীর ভাগই অবৈধ ভাবে আসে। | Количество электронного мусора представляет серьезную проблему для Индии. |
7 | এই কারণে দেশটিতে বিশাল পরিমাণ আবর্জনা জমা হয় এবং সেগুলোকে প্রক্রিয়ার কারণ করতে হয়। | Ситуация усугубляется за счет импорта электронных отходов, осуществляемого нелегально. |
8 | এই ব্যবসার যে প্রকৃতি, সেই কারণে এই ধরনের ব্যবসায় ঠিক কি পরিমাণ পণ্য আমদানী করা হয়, তার কোন সঠিক তথ্য নেই। | Реальные объемы такого импорта оценить сложно, но предположительно они равняются количеству отходов, производимых внутри страны. |
9 | তবে সাধারণ এক হিসেবে ধারণা করা হচ্ছে যে, দেশে যে পরিমাণ বর্জ্য তৈরী হয়, ঠিক সেই পরিমাণ আমদানী করা হয়। | Неправильная утилизация электронного мусора является поводом немалого беспокойства, так как угрожает окружающей среде и здоровью человека. |
10 | ই-বর্জ্য ঠিকমত বিনষ্ট না করা স্বাস্থ্য এবং একই সাথে পরিবেশের জন্য বিশাল হুমকি এবং ফলে তা এক প্রচণ্ড উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। | |
11 | ই-বর্জ্য, প্রযুক্তির অগ্রগতির এক দায়িত্বহীন পরিণতির অবশিষ্ট। | Электронные отходы - цена непрерывного технического прогресса. |
12 | ছবি কেরেন চেরনিজন-এর। কপিরাইট ডেমোটিক্স-এর (৯/৯/১১)। | Источник изображения Keren Chernizon, Demotix (09/09/11). |
13 | এমন নয় যে, ভারতে “ভুল ভাবে” পণ্য বিনষ্ট ও রিসাইকেল করার বিষয়টি নতুন । | Неправильная утилизация и переработка отходов в Индии - не редкость. |
14 | বরঞ্চ সাসটেইনেবল স্ফেয়ার-এ অমিত গাঙ্গুলী দেখিয়েছেন: | Блогер Амит Гангули делится [анг] своими соображениями о причинах такой ситуации: |
15 | অ-প্রথাগত খাতে ই-বর্জ্যকে রিসাইকেল করা হয় আদিম আর বিপজ্জনক পদ্ধতিতে। | Переработка большей части электронных отходов осуществляется в рамках частного сектора с использованием примитивных и опасных методов. |
16 | এই ভাবে রিসাইকেল করা যে বিপজ্জনক তাতে কোন সন্দেহ নেই, বিশেষ করে প্লাষ্টিক/ পিভিসি ইত্যাদি পোড়ানোর ফলে এতে সীসা, পারদ, ক্যাডমিয়াম, ডাইক্সিন-এর মত বিষাক্ত উপাদান পরিবেশে ছড়িয়ে পড়ে। | Выброс таких токсичных веществ как свинец, ртуть, кадмий и диоксины при сжигании пластика, хлорвинила и прочих материалов представляет серьезную угрозу здоровью [анг]. |
17 | যা কিনা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করতে পারে। | Тем не менее, переработка 90% электронных отходов в Индии [анг] осуществляется частным сектором, без государственного надзора. |
18 | এছাড়াও, এখন পর্যন্ত ভারতের ৯০ শতাংশ ই-বর্জ্য অনানুষ্ঠানিক ভাবে রিসাইকেল করা হয়। | Рынок утилизации и переработки электронных отходов страны оценивается приблизительно в полмиллиарда долларов [анг], и эта цифра постоянно растет. |
19 | ভারতের ই-বর্জ্যের বাজার অর্ধ বিলিয়ন ডলারে (৫০ কোটি ডলার) গিয়ে ঠেকেছে এবং তা বছরে ২৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। | В 2008 году активисты Greenpeace выложили в YouTube небольшое видео о том, как в Индии избавляются от электронного мусора очень примитивными способами. |
20 | ২২ ফেব্রুয়ারি, ২০০৮-এ, ইউটিউবে আপলোড করা গ্রীনপিসের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রদর্শিত হয়েছে, ভারতে অ-প্রথাগত খাতে কি ভাবে ই-বর্জ্য বিষয়টি নিয়ন্ত্রণ করা হচ্ছে। | Работники, для которых это единственный источник дохода, проявляют полное безразличие, а зачастую просто незнание потенциальных угроз здоровью и окружающей среде, которые несет в себе их повседневное занятие. |
21 | ভারত, যেখানে সম্পূর্ণ অজ্ঞানতার কারণে বা তার চেয়ে বেশী কিছু, পরিবেশ এবং স্বাস্থ্যগত ঝুঁকির ব্যাপারে পুরোপুরি অজ্ঞ থাকার কারণে এই সমস্ত প্রতিদিনের কার্যকলাপে এই সমস্ত ঝুঁকি ক্রমশ বাড়ছে। | Министерство окружающей среды и лесного хозяйства Индии осознало серьезность сложившейся ситуации и разработало ряд мер в рамках законодательной, административной и технологической сфер. |
22 | বর্জ্য বিষয়ক প্রতিদিনের এই কার্যক্রমের মাধ্যমে অনেক নাগরিক নিজেদের জীবিকা অর্জন করে থাকে। | Новое законодательство по вопросам ликвидации электронных отходов вступает в силу в мае нынешнего года. |
23 | ক্রমশ বাড়তে থাকা এই সমস্যা মোকাবেলার বিষয়টি উপলব্ধি করার কারণে, পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের দ্বারা গঠিত উপরোল্লিখিত কমিটি, পরামর্শ প্রদান করেছে যে ই-বর্জ্য ব্যবস্থাপনা তিনটি স্তরে পালন করতে হবে। | Оно включает в себя положение о расширенной ответственности производителей, согласно которому производители электротоваров должны взять на себя утилизацию, осуществление мер по снижению содержания вредных веществ в их продукции, а также создание центров приема использованной электроники. |
24 | এগুলো হচ্ছে, আইনগত, প্রশাসনিক, এবং প্রযুক্তিগত পদ্ধতিতে। | В блоге greenarth.com пользователь Vineet детально описывает [анг] меры, предусматриваемые новым законодательством: |
25 | ই-বর্জ্য বিষয়ক একটি নতুন আইন, মে ২০১২-এ কার্যকর হবে, যার সাথে আইনগতভাবে রিসাইকেল-এর ক্ষেত্রে এক্সটেনডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি ( উৎপাদকের দায়িত্বশীলতা বা ইআরপি) যুক্ত হবে, এর ফলে মেয়াদোত্তীর্ণ ইলেক্টেনিক যন্ত্রপাতির উপাদান-এর ঝুঁকি কমানোর জন্য এবং এই সমস্ত উপাদান সংগ্রহ করার জন্য এক সংগ্রহশালা নির্মাণ করতে হবে। | |
26 | ভিনিত নামক ব্লগার গ্রীনআর্থ. কমে, আগামীতে প্রযোজ্য হতে যাওয়া এই নতুন আইন সম্বন্ধে বিস্তারিত বর্ণনা প্রদান করেছেন। | Законодательство касается производителей, потребителей и всех участников производства, продажи, покупки и использования электронного оборудования или деталей. |
27 | তিনি লিখেছেন: ইলেক্ট্রনিক উপাদান বা যন্ত্রাংশের উৎপাদন, ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সকল উৎপাদনকারী, খুচরা এবং পাইকারি ব্যবহারকারী, এই আইনের আওতায় পড়বে। | Центральный совет по контролю загрязнения будет выступать в роли главного надзорного органа и должен будет ежегодно докладывать о выполнении предписаний законодательства. |
28 | পর্যবেক্ষণ এবং নজরদারির ক্ষেত্রে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বিভাগ সক্রিয় ভূমিকা পালন করবে এবং এই সমস্ত আইন প্রয়োগের বিষয়ে (রাজ্য অনুসারে) তাদের এক বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে। | |
29 | তবে, পরিবেশবাদীরা অনুভব করছে যে এর জন্য আরো অনেক কিছু করা প্রয়োজন। | |
30 | কেবল অবৈধ ই-বর্জ্য আমদানী বন্ধ করার উপায়গুলো যাচাই করে তা শক্তিশালী করা নয়, সাথে যথাযথ ই-বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অ-প্রথাগত খাতকে এই বিষয়ে জ্ঞাত করা ও এই কাজে তাদের যুক্ত করা প্রয়োজন। ইয়োরস্টোরি. | Однако защитники окружающей среды считают, что этого совсем недостаточно [анг], необходимо также принять меры по пресечению нелегального ввоза электронных отходов и привлечь к правильной ликвидации отходов частный сектор. |
31 | ইন নামক ব্লগে, ব্লাগার জবিন মেহতা, তার পোস্টে বেশ কিছু উদ্যোগের বিষয় সম্বন্ধে জানাচ্ছেন, যেগুলো ই-বর্জ্য বিনষ্ট এবং যথাযথ ও বৈজ্ঞানিক ভাবে ই-বর্জ্য রিসাইকেল করার মত সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য চালু করা হয়েছে। | |
32 | তিনি লিখেছেন: এই সব ক্ষেত্রে নতুন কোম্পানী প্রবেশ করেছে এবং তারা পরিস্থিতি উন্নত করার চেষ্টা করছে। | Блогер Джубин Мехта упоминает [анг] о других инициативах, направленных на распространение информации о правильных способах переработки электронных отходов в Индии: |
33 | তবে যে হারে ই-বর্জ্য উৎপাদন হবার চিত্র চোখে পড়ছে, তা বিরক্তিকর। | |
34 | আট্টেরো, রিসাইকেল ট্রেড ইন্ডিয়া এবং ইকোসেন্ট্রিক-এর মত কোম্পানিগুলো ভারতে এই খাতে কাজ শুরু করে দিয়েছে এবং তারা ভালোই করবে, কারণ এখানে এই কাজের ক্ষেত্রে যে বিশাল সুযোগ আছে তা সম্ভবত এর অন্য বাঁধাসমূহ দুর করে দেবে। | |
35 | ২০০৮ সালে, ইনহাবিটাট নামক ব্লগে, ব্লগার মহেশ বাসানতানি, মুম্বাইয়ে গ্রহণ করা এ রকম এক উদ্যোগের কথা বলেছিলেন : রিসাইকেল বিষয়টি যাতে নিরাপদ এবং আরো পরিবেশ বান্ধব হয় তার জন্য কিছু এনজিও এবং সরকার বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। | Такие компании как Attero, Recycle Trade India и Ecocentric пытаются внести положительные изменения в этой сфере, и, если верить последним данным об огромных объемах электронного мусора в Индии, перед ними большой фронт работы. |
36 | এই সমস্ত উদ্যোগের ক্রমাগত প্রচেষ্টা হিসেবে নতুন চালু করা এক কোম্পানি, ইকো রিকো ( ইকো রিসাইকিলিং লিমিটেড), বেশ প্রতিশ্রুতিশীল। | Еще в 2008 году блогер Махеш Басантани писал о подобных инициативах [анг], осуществляющихся в Мумбаи: |
37 | মহারাষ্ট্র নামক রাজ্য-এ এটাই প্রথম এবং সারা ভারতের মধ্যে এটা এ ধরনের চতুর্থ কোম্পানি। | Правительство и НПО предпринимают попытки сделать процесс переработки отходов более безопасным и экологичным. |
38 | অন্য কয়েকটি কোম্পানি, রিভার্স লজিস্টিক বিষয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। | Очень многообещающе выглядит, например, недавно образовавшаяся организация Eco Reco (Eco Recycling Limited). |
39 | এই রকম কোম্পানি হচ্ছে গ্রীনডাস্ট, রিভার্স লজিস্টিক কোম্পানি, ফিউচার সাপ্লাই চেইন, ইত্যাদি। | Это первая компания такого рода в штате Махараштра и четвертая в стране. |
40 | এই সমস্ত কোম্পানি এই আইনকে স্বাগত জানাবে এবং জানিয়েছে। আশা করা হচ্ছে যে তারা এখন যে খাতে ব্যবসা করছে, আগামীতে তাতে সুযোগ বৃদ্ধি পাবে। | Прочие организации [анг], занимающиеся обраткой логистикой, с воодушевлением приняли новости о данной законодательной инициативе, ожидая значительное увеличение спроса на свои услуги. |
41 | ই-বর্জ্য। | Гора электронного мусора. |
42 | ছবির কপিরাইট রিচার্ড ডোরেলের। সিসি-বাই-এসএ ২. | Фото Richard Dorrell, использовано согласно лицензии CC BY-SA 2.0. |
43 | ০-এর অধীনে তা ব্যবহার করা হয়েছে তবে অন্যদিকে ইলেক্টনিক্স যন্ত্রপাতির উৎপাদকের এই আইনের ব্যাপারে সতর্ক, বিশেষ করে যখন এই আইনের উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত কোম্পানির ঘাড়ে দায়িত্ব এবং জবাবদিহিতা অর্পণ করা। | Производители электронных приборов, в свою очередь, не выразили особого энтузиазма по поводу нового законодательства, которое возложит на них всю ответственность за ликвидацию отходов. |
44 | এই আইনের ফলে রিভার্স লজিস্টিক (বিক্রয় পরবর্তী কার্যক্রম) তাদের দ্বারে এসে দাঁড়াবে। হিওলেট প্যাকার্ড-এর মত কোম্পানিসমূহ দায়িত্বগ্রহণে চাপ অনুভব করছে। | Такие компании как Hewlett-Packard отметили [анг], что потребители также должны быть ответственны за надлежащий способ утилизации электротоваров, и что правительство должно обеспечить структуру, необходимую для данного процесса. |
45 | যেখানে এই সমস্ত ইলেক্ট্রনিক পণ্য যে ভাবে বিনষ্ট করা হয়, তার জন্য চুড়ান্ত ভোক্তা এবং সরকার সমান ভাবে দায়ী, বিশেষ করে সরকার যে অবকাঠামো সরবরাহ করে, তার জন্য। | |
46 | যেখানে পরিবেশ বিষয়ক আইন প্রয়োগে ভারতের সফলতার কোন রেকর্ড নেই, তখন এটা দেখার বিষয় যে কিভাবে বিভিন্ন স্টকহোল্ডার এই বিষয়ে এবং একই সাথে ক্রমশ বাড়তে থাকা ই-বর্জ্য-এর হুমকি মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মনোযোগ সহকারে কাজ করে। | Учитывая, что в прошлом Индии далеко не всегда удавалось успешно имплементировать законы в сфере защиты окружающей среды, ситуация с электронными отходами в стране по-прежнему остается под вопросом. Время покажет, положит ли новая законодательная инициатива конец данной проблеме. |