# | ben | rus |
---|
1 | ইন্দোনেশিয়া: শীর্ষ উগ্রবাদীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে | Индонезия: самый опасный преступник признан погибшим |
2 | বৃহস্পতিবার সকালবেলা ইন্দোনেশিয়ার সন্ত্রাস প্রতিরোধ বিশেষ দল ডেনসুস ৮৮ জানায়, কিছুদিন আগে যে ঘটনায় মধ্য জাভার সোলের এক প্রান্তে ইসলামী চরমপন্থী দলের সাথে পুলিশের গুলি বিনিময় হয়েছে, সেই ঘটনায় যাদের সাথে গুলি বিনিময় হয়েছিল তাদের মধ্যে মৃত একজনকে তারা নুরদিন এম. | |
3 | হিসেবে চিহ্নিত করেছে। ইন্দোনেশিয়ার পুলিশ যে সমস্ত উগ্রপন্থী ব্যক্তিদের ধরার জন্য বিশেষ তালিকা তৈরি করেছে, নুরদিন সে সেই তালিকার এক নম্বরে ছিল। | В четверг утром в прессу поступило сообщение о том, что Специальное антитеррористическое подразделение Индонезии Densus 88 находится в центре перестрелки с небольшой группой радикальных исламистов в пригороде Соло, Центральный Ява. |
4 | সে নিজে এবং তার অন্যতম চার সহযোগী পুলিশের সাথে নয় ঘন্টার এই বন্দুক যুদ্ধে নিহত হয়। | Одим из участников данного происшествия был назван Мухаммад Нурдин Топ - самый разыскиваемый преступник в Индонезии. |
5 | পুলিশ বাহিনীর প্রধান পুলিশ জেনারেল বামবাং হেনডারসো ডানুরি বলেছেন (ইন্দোনেশিয় ভাষায়), এই চরমপন্থীর আঙ্গুলে ১৪টি চিহ্ন রয়েছে যা পুলিশের খাতায় রাখা পরিচয় চিহ্নের সাথে মিলে যায়। | |
6 | ডানুরি আরো বলেছেন যে এই অভিযানে যে সাফল্য এসেছে তা পবিত্র রমজান মাসের আশীর্বাদ হিসেবে এসেছে। | |
7 | টু্ইটার এই অর্জনে উল্লাস প্রকাশ করছে: সেরা চরমপন্থী নুরদিনের মৃত্যু আজ ঘোষণা করা হয়েছে। | Топ и четыре его сообщника были убиты после 9 часовой перестрелки. |
8 | এটি পুলিশ বিভাগের একটি ভালো কাজ, এরপর যেন আমাদের দেশে শান্তি ফিরে আসে- @রকরোডেন্ট মোহাম্মদ নুরদিন, সেরা চরমপন্থী যিনি নিহত হয়েছেন, যাক নিষ্কৃতি লাভ ঘটেছে- @রয়বেনজামিন | Глава Национальной полиции, Генерал Полиции Бамбанг Хендарсо Данури заявил [id], что 14 частей отпечатков пальцев убитого террориста совпали с данными отпечатков пальцев, имеющихся у полиции. |
9 | সেরা উগ্রবাদী নুরদিন এম নরকে যাক -@নুরফিটরিয়ানি অবিশ্বাস্য! | Также, по словам Данури, успех данной операции был обеспечен благодаря священному месяцу Рамадан. |
10 | আমরা শহরে বাস করেছি, সবচেয়ে নামী অপরাধী নুরদিন এম. | Эта новость обрадовала многих пользователей Twitter |
11 | এর সাথে, সে ডেনসুস ৮৮ এর হাতে নিহত হয়েছে-@আরনল্ডসিগিক রাষ্ট্রপতি ভবনে সাংবাদিকদের সাথে ইফতার করার সময় রাষ্ট্রপতি ইয়োধোইয়ানো বলেন, তিনি পুলিশ এবং তার বিশেষ দল ৮৮ কে সন্ত্রাসবাদীদের সাথে লড়াইয়ের মতো কঠিন কাজের জন্য সর্বোচ্চ প্রশংসা করেন। | Заканчивая свой дневной пост (в месяц Рамадан можно есть только после захода солнца) вместе с журналистами в Президентском Дворце, Президент Йудхуйоно (Yudhoyono) выразил свое уважение и благодарность Полиции и Отделению 88 за их тяжкий труд в борьбе с терроризмом. |
12 | রাষ্ট্রপতি আরো জানান, নুরদিনের মৃত্যুর পরও এ ধরনের অভিযান আরো চলবে কারণ, সে যে সন্ত্রাসী দল তৈরি করেছে, তাদের সবাই এখনো ধরা পড়ে নি [ইন্দোনেশিয়ান ভাষায়], এর ফলে বিশ্বকে এখন হাতে হাত মিলিয়ে উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে। | Также президент отметил, что тем не менее власти должны оставаться бдительными, так как, не смотря на смерть Нурдина, террористическим формированиям, которые он создал, пока еще удается избежать поимки [id], поэтому мир должен объединиться для искоренения экстремизма и терроризма. |