Sentence alignment for gv-ben-20150113-46627.xml (html) - gv-rus-20150105-33534.xml (html)

#benrus
1বিধ্বস্ত স্থল চিহ্নিত হওয়ার পর নিখোঁজ এয়ার এশিয়া কিউজেড ৮৫০১ এর তল্লাশি চলছেПоиск останков самолета Air Asia QZ8501 продолжается
2এয়ার এশিয়া কিউজেড৮৫০১ বিমান পথ এবং উপগ্রহের মাধ্যমে তোলা ছবি।Направление рейса Air Asia QZ8501 на снимке со спутника.
3ছবি সূত্রঃ উইকি।Изображение с Wiki.
4এয়ার এশিয়া কিউজেড৮৫০১ বিমানটি খুঁজে পাবার পর প্রতিকূল আবহাওয়ার কারনে ইন্দোনেশিয়াতে উদ্ধার প্রচেষ্টা বাঁধাগ্রস্ত হচ্ছে।Плохая погода в Индонезии мешает организовать спасательную операцию на месте крушения самолета авиакомнании Air Asia, рейса QZ8501 [анг].
5দেশটির পূর্ব জাভা প্রদেশের রাজধানী সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ২৮ ডিসেম্বর তারিখে বিমানটির ট্রাফিক নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে।28 декабря 2014года самолет находился на пути следования в Сингапур из Сурабаи, столицы Провинции Восточной Явы, когда потерял контакт [анг] с авиадиспетчерами.
6বিমানটিতে ১৬২ জন যাত্রী এবং বিমান ক্রু ছিলেন।На борту находились [анг] 162 пассажира и члены экипажа.
7বিমান চালনা বিশেষজ্ঞরা অনুমান করছেন, বিমানচালক ঘন বৃষ্টিঝড় ও মেঘ পাশ কাটাতে সক্ষম হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত বিমানটিকে পানির উপরে অবতরণ করাতে বাধ্য হন।Авиационные эксперты полагают [анг], что пилоту удалось избежать плотное грозовое облако и посадить самолет на воду.
8তবে খুব সম্ভব জরুরি ভিত্তিতে বিমান অবতরণের সময় প্রবল ঢেউ ভাসতে থাকা বিমানটিকে সজোরে আঘাত করে এবং ধাক্কা দিয়ে পানির নিচে নিয়ে যায়।Как бы то ни было, существует вероятность, что при посадке сильные штормовые волны могли затопить самолет.
9আশা করা হচ্ছে দূর্ঘটনাটির আসল কারন বের করতে খুব শীঘ্রই তদন্ত শুরু করা হবে।Расследование с целью определения реальной причины аварии, как ожидается, начнется в ближайшее время.
10ইতোমধ্যে বিমান কিউজেড৮৫০১ উড়োজাহাজের কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে।Обломки самолета рейса QZ8501 уже найдены.
11ভারমোন চানের দেয়া ফ্লিকর ছবি (সিসি অনুমোদনক্রমে)Фото принадлежит Вернону Чану (CC License)
12ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং ভাইস প্রেসিডেন্ট জুসুফ কালা এই অনুসন্ধান এবং উদ্ধার কাজ খুব আন্তরিকতার সাথে তত্ত্বাবধান করছেন।Президент Индонезии Джоко Видодо и вице-президент Юсуф Калла осуществляют тщательный надзор за проведением поисково-спасательной операции.
13মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজ ত্বরান্বিত করতে অংশ নিয়েছে।Некоторые страны, включая Малайзию, Сингапур, францию, Австралию и США согласились активизировать усилия по поиску останков.
14অনুসন্ধান প্রচেষ্টার দ্বিতীয় দিনের শেষে বেশ কয়েকটি মৃতদেহ এবং ভাঙ্গা বিমানটির কয়েকটি অংশ কেন্দ্রীয় কালিমান্তানের কাছে সাগরে ভেসে থাকা অবস্থায় পাওয়া গেছে।К концу второго дня спасательных операций несколько плавающих трупов и части самолета были найдены [анг] недалеко от Центрального Калимантана.
15হেলিকপটারে করে কয়েকটি মৃতদেহ সুরাবায়াতে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।Некоторые тела были доставлены в Сурабаю на вскрытие.
16ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ফেসবুকে লিখেছেনঃПрезидент Индонезии Джоко Видодо написал [инд] в Facebook:
17এই গভীর শোকের মাঝে কেন্দ্রীয় কালিমান্তানের পাংকালান বানের পানিতে বিমানটির কিছু ভাঙা অংশ খুঁজে পাওয়া গেছে।Я слушаю объяснительную речь генерального директора Air Asia Тони Фернандеса в разгар глубокого горя.
18তাই আমি এয়ার এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টনি ফারনান্দেজের ব্যাখ্যা শুনছি।Останки самолета находятся в водах Пангкалан Бун, в центральном Калимантане.
19এই গভীর দুঃখের মাঝে আমি আশা করব, যৌথ উদ্যোগে গঠিত সন্ধানকারী এবং উদ্ধারকারী দলটি বিমানের আরও ধ্বংসাবশেষ খুঁজে পেতে এবং দূর্ঘটনাটির কারন বের করতে সফল হবে।Я глубоко опечален и надеюсь, что совместная поисково-спасательная команда добьется успеха в сборе частей самолета для определения причины аварии.
20দূর্ঘটনা কবলিতদের পরিবারের প্রতি আমি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।Семьям погибших я выражаю свое глубочайшее соболезнование.
21আসুন আমরা সবাই প্রার্থনা করি, এই মর্মান্তিক সময়ে (সৃষ্টিকর্তা) দূর্ঘটনা কবলিতদের পরিবারের প্রতিটি সদস্যকে শক্তি ও সাহস দেবেন।Давайте помолимся, чтобы (дай бог) у каждого члена семьи хватило сил пережить эту тяжелую утрату.
22যখন দূর্ঘটনা কবলিত বিমানটির ধ্বংসাবশেষ প্রথম খুঁজে পাওয়া যায়, তখন প্রেসিডেন্ট জকোভি সেই সন্ধানকারী এবং উদ্ধারকারী বিমানটিতেই ছিলেন।Президент Джокови на борту поисково-спасательного самолета, когда впервые были замечены обломки.
23খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ এবং মৃতদেহগুলো যে কিউজেড৮৫০১ বিমানের, তৎক্ষণাৎভাবে তা এয়ার এশিয়া বলে নিশ্চিত করেছেঃAir Asia, тем временем, подтвердила [анг], что обломки самолета и мертвые тела относятся к рейсу QZ8501:
24ইন্দোনেশিয়া এয়ার এশিয়া অনুতাপের সাথে জানাচ্ছে, ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের জাতীয় অনুসন্ধান এবং উদ্ধার সংস্থা (বাসারনাস) আজ নিশ্চিত করেছে যে আজকের আগে খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ নিঃসন্দেহে বিধ্বস্ত বিমান কিউজেড৮৫০১ এরই অংশ বিশেষ।AirAsia, к сожалению, сообщает, что сегодня Национальное поисково-спасательное агентство Республики Индонезия (BASARNAS) опознало обломки, найденные немногим ранее.
25এটি সেই বিমান যা ২৮ তারিখ সকালে বিমান নিয়ন্ত্রণ ট্রাফিকের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয় এবং হারিয়ে যায়।Они принадлежат рейсу QZ8501, потерявшему контакт с авиадиспетчерами 28 декабря.
26টুইটারের মাধ্যমে সহমর্মিতা এবং সমবেদনা জানিয়ে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে।Сочувствие и соболезнование выражают и в Twitter.
27Deepest condolences for #QZ8501 pic.twitter.com/NCkXwEAmsN - Shafiq✌Pontoh (@ShafiqPontoh) December 30, 2014Глубочайшие соболезнования #QZ8501 pic.twitter.com/NCkXwEAmsN
28এয়ার এশিয়া কিউজেড৮৫০১ এর জন্য গভীর সমবেদনা- Shafiq✌Pontoh (@ShafiqPontoh) December 30, 2014
29এয়ার এশিয়া কিউজেড৮৫০১ বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের পরিবারের সবাই ২০১৪ সালের শেষে এসে গভীর দুঃখে পতিত হয়েছেন।Печальное окончание 2014 года, всем семьям погибших на Air Asia QZ8501, пусть вам хватит мужества и сил.
30সৃষ্টিকর্তা আপনাদের সাহস এবং শক্তি দিন।Давайте надеяться на чудо.
31আসুন কোন অলৌকিক ঘটনা প্রত্যাশা করি।Держась за руки в их спасательных жилетах.
32জীবন রক্ষাকারী জ্যাকেট পরিহিত অবস্থায় মৃতরা একে অন্যের হাত ধরে আছেন। মৃত্যুকালে তারা যে আতঙ্কের শিকার হয়েছেন তা কল্পনা করাও অসম্ভব।Не могу представить себе страх каждого находившегося на борту, так печально #AirAsia8501 #AirAsia - Ташаа (@TashaaLK1994) December 31, 2014
33অত্যন্ত দুঃখজনক। এয়ার এশিয়া কিউজেড৮৫০১ বিমানের মোট ১৬২ জন যাত্রীর মাঝে ৩৫ জন ইন্দোনেশিয়ার মালাং শহরের অধিবাসী ছিলেন।35 из 162 жертв #AirAsia рейса #QZ8501 привезли из Индонезийского города Маланг http://t.co/9RWaIJ3Nsl от @CharlieCamp6ell и меня для @TIME
34@সময় এর জন্য ছবিটি দিয়েছেন @চার্লিচ্যাম্প৬এল এবং আমি।- Йенни Квок (@yennikwok) December 31, 2014
35#আমরাএকসাথেআছি শিরোনামের টুইটার হ্যাশট্যাগটিতে কিউজেড৮৫০১ বিমানের সাথে নিখোঁজ হওয়া সকলের আত্নীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের প্রতি সমবেদনা জানান হয়েছে।Хэштэг #togetherwestand используется в Twitter, чтобы проявить солидарность родственникам и погибшим на борту QZ8501.