Sentence alignment for gv-ben-20100109-8481.xml (html) - gv-rus-20100106-927.xml (html)

#benrus
1কাজাখস্তান: দেশপ্রেম এবং গণতন্ত্রКазахстан: патриотизм и демократия
2২০০৯ সালের শেষ সপ্তাহে কাজাখ ব্লগাররা দু'টি বিষযের উপর মন্তব্য প্রদান করার দিকে মনোযোগ দিয়েছে - কাজাখস্তানের দেশপ্রেম এবং গণতন্ত্র।В последние недели 2009 года комментарии казахских блоггеров были сконцентрированы вокруг двух тем - патриотизм и демократия в Республике Казахстан.
3দেশপ্রেম:ПАТРИОТИЗМ
4সমাজের বিভিন্ন স্তরে দেশপ্রেমের বিষয়টি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জন্য এক উত্তেজনার সৃষ্টি করে।Уровень патриотизма в обществе продолжает вызывать интерес различных сторон.
5জাতীয়তাবাদী পক্ষের লোকেরা প্রচার মাধ্যম এবং সরকারি ব্যবসা প্রতিষ্ঠানে রুশ ভাষার প্রাধান্যের প্রতি অভিযোগ করে।
6সরকারি কর্তৃপক্ষ আগ্রহের সাথে বার বার বিতর্কিত পদ্ধতি এবং মনোভাবের মাধ্যমে দেশপ্রেম তৈরি করার চেষ্টা করে।Националистические круги жалуются на преобладание русского языка в СМИ и официальных кругах.
7তবে, এর ফলাফল এবং অন্য উদ্যোগের পরিণাম খুব কম চোখে পড়ে।Власти усердно пытаются культивировать патриотизм, используя сомнительные методы и подходы.
8সাংবাদিক ডজডিলভো-লেটো একিবাস্তুজ শহর থেকে লেখেন।Однако, результаты этих шагов едва заметны.
9একিবাস্তুজ কাজাখস্তানের উত্তরের এক শিল্পনগরী [রুশ ভাষায়]:Журналист dojdlivoe-leto пишет из Экибастуза - индустриального города на севере Казахстана:
10আমাদের সরকারি কর্মকর্তাদের স্বদেশ প্রেম অবিশ্বাস্য।Патриотизм наших чиновников меня умиляет.
11আজ আমার সহকর্মীকে ভাইস মেয়র (উপ পৌরপিতা) তার অফিসে আসতে হুকুম করেন এবং তাকে তীব্র ভাষায় তিরস্কার করেন।Сегодня мою коллегу после мероприятия вызвал зам акима и отчитал за то, что она пела гимн, не прижав руку к груди…
12এর কারণ কি? কারণ এই ভদ্রমহিলা তার বুকে হাত না রেখে জাতীয় সঙ্গীত গাওয়ার মত অপরাধ করেছে…।Guinea-pirate пишет о социальном проекте для школьников, которых попросили написать сочинение об их любви к Казахстану:
13গিনিয়া-পাইরেট জানাচ্ছে বিদ্যালয়ের ছাত্রদের এক সামাজিক প্রকল্পের কথা, এইসব ছাত্রদের কাজাখস্তানের প্রতি তাদের ভালবাসা প্রদর্শন নিয়ে এক রচনা লিখতে বলা হয়েছিল [রুশ ভাষায়]:
14শিশুদের মস্তিষ্ক বিভিন্ন প্রচারণায় ভরে দেওয়ার প্রচেষ্টা চলছে।Оказалось, детские головы забиты штампами под завязку.
15আস্তানার [আস্তানা দেশটির রাজধানী এবং দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি এন.
16নজারবায়েভের এক নিজস্ব প্রকল্প] পূজা সকল রচনার এক উপজীব্য বিষয়।Любование Астаной - непременный атрибут всех письменных работ.
17এছাড়াও অজস্র শব্দ দিয়ে শ্রদ্ধা জানানো হয় [এই শাসকের প্রতি] “এক সুখী শৈশবের জন্য” এবং দেশের উচ্চমাত্রার উন্নয়নের প্রতি” এ সব বাক্য প্রশংসাগাঁথা হিসেবে রয়েছে।
18ওহ, যদি শিশুদের কোন দাগহীন মন এবং বাঁধাহীন কল্পনাশক্তি থাকত!Не обошлось и без слов благодарности за “школьное счастливое детство” и “высокий уровень развития страны”.
19এই ধরনের সৃষ্টিশীলতার জন্য আমরা কাকে ধন্যবাদ জানাব- শিক্ষক, পাঠ্যবই অথবা টেলিভিশন?Ну, е-мое, это же дети - незамутненный разум и фонтанирующая фантазия.
20বলা যায় কাজাখস্তানে বাইকোনুরের বসতি।И вот кого “благодарить” за такое творчество?
21বাইকোনুর বিশ্বের সবচেয়ে বড় নভোখেয়াযান উৎক্ষেপন ও রাখার স্থান।Учителей, учебники нового образца и наше телевидение?
22এখান থেকে সম্প্রতি এক নভোচারীকে ২০১০ সালে মহাকাশে পাঠাতে অস্বীকার করা হয়েছে। অর্থনৈতিক সমস্যার কারণে এই কাজটি করা হয়।Тем временем Казахстан - родина знаменитого во всем мире космодрома Байконур, отказался от полета своего космонавта в 2010 году, аргументировав это финансовыми проблемами.
23এ-স্ট্রেকোজা এক গুজব সম্বন্ধে লিখেছেন, তাতে জানা যাচ্ছে যে কাজাখ এই নভোচারী মহাশুন্যে যাবেন, তবে তিনি সেখানে যাবে রুশ নাগরিক পরিচয়ে [রুশ ভাষায়]:A-strekoza пишет о слухе, что предложенный казахский космонавт возможно полетит, но как гражданин России:
24অভিযোগ রয়েছে তিনি প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান করছেন এবং রুশ নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছেন।Казахстанский космонавт якобы остался жить в звездном городке и сейчас проходит процедуру получения гражданства.
25যদি তা সত্য হয়, তা হলে বিষয়টি ২০১০ সালের প্রধান সংবাদ হয়ে।Если это правда - новость станет актуальной на будущий год.
26তবে কিছু সময়ের জন্য এটা একটা কানকথা মাত্র।А пока - слухами земля полнится.
27এটা কি এমন স্থান নয়, যেখান থেকে স্বদেশ প্রেমের শূরু হয়?Ни здесь ли начинается патриотизм?
28গণতন্ত্র:ДЕМОКРАТИЯ
29এ-স্ট্রেকোজা নামের ভদ্রমহিলা এছাড়া তার পাঠকদের জানাচ্ছেন যে, গত মাসে কাজাখস্তানে গোপনীয়তা আইনের প্রয়োগ শুরু হয়েছে [রুশ ভাষায়]:Также A-strekoza информирует своих читателей о том, что в прошлом месяце в Казахстане был принят Закон о частной жизни:
30এখন এখানে রাজপ্রাসাদের আকৃতিতে তৈরি করা এক বিনম্র সরকারি কর্মকর্তা বাসভবনের গল্প রয়েছে এবং তার সাথে এক যৌক্তিক প্রশ্ন রয়েছে “এই প্রাসাদ কেনার টাকা সে কোথায় থেকে পেল”?Теперь за рассказ о том, кто из чиновников в каком особняке живет, и за резонный вопрос “на чьи деньги куплено?” теоретически можно сесть на пять лет.
31এটা তাকে সম্ভাব্য পাঁচ বছরের এক কারাগারে ঠেলে দিতে পারে।С чем вас, коллеги, и поздравляю.
32অভিনন্দন, সহকর্মীবৃন্দ।Megakhuimyak освещает политические реалии Казахстана:
33মেগাখুইমিয়াক কাজাখস্তানের রাজনৈতিক উপলব্ধির উপর এক প্রতিচ্ছবি তৈরি করেছেন [রুশ ভাষায়]:Одной из особенностей Казахстана является или отсутствие или полная импотенция левых партий.
34এখনকার অন্যতম বৈচিত্র্যপূর্ণ বিষয় হচ্ছে বামদলগুলোর নপুংসক আচরণ।(…) Они практически невозможны у нас - потому что идея социальной справедливости в Казахстане отсутствует напрочь.
35বাস্তবে তাদের অবস্থান কাজাখস্তানে অসম্ভব, কারণ এদেশে সামাজিক ন্যায়বিচারের ধারণা একেবারে অনুপস্থিত। এখানকার কেউ চায় না ধনী এবং গরিবদের আয় সমান হোক।У нас никто не хочет уравнять доходы, у нас хотят все хотят прорваться в группу угнетатателей трудового народа.
36এখানে সবাই সর্বহারাদের নিপীড়ন করতে চায়। অন্য এক পোস্টে তিনি “অনানুষ্ঠানিক আইনের” বিরুদ্ধে অভিযোগ করে লিখেছেন।В другом своем посте он пишет о якобы “неформальном правиле”, которое регулирует деятельность оппозиционных СМИ:
37এই আইন বিরোধী প্রচার মাধ্যমের কাজকর্মকে নিয়ন্ত্রণ করার জন্য সৃষ্টি করা হয়েছে। মনে হচ্ছে এই আইন বলছে- বিরোধী প্রচার মাধ্যম অবশ্যই মোট জনসংখ্যার এক শতাংশের জন্য খবর ছাপাবে না, যেমন তারা ১৬০,০০০ জনের বেশি সংখ্যক লোকের কাছে যাবে না।Похоже в Казахстане есть такое неформальное правило - оппозиционные СМИ не должны иметь совокупную аудиторию больше 1% от населения Казахстана, то есть сейчас не больше 160 000 человек.
38এর ফলে বিরোধীরা রেডিও ও টেলিভিশনে প্রবেশ করার সুযোগ পায় না।Поэтому оппозиция доступ на радио и на ящик никогда не получит.
39আমাদের কর্তৃপক্ষ কেবল মাত্র ১ শতাংশ প্রতিবাদকারী বিরোধীদের নিয়ে কাজ করার সুযোগ পান এবং পাঁচ শতাংশ সমালোচকদের নিয়ে কি করা উচিত সে বিষয়ে তাদের কোন ধারণা নেই।
40থাউজেন্ড-পা আমাদের ইউজেন জোহভটিস এর কাহিনী স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি কাজাখস্তানের সবচেয়ে প্রতিশ্রুতিশীল অধিকার আদায় কর্মী হিসেবে বিবেচিত হতেন।Потому что наши могут работать только с 1% несогласных, а что делать с 5 - уже не представляют.
41তার বিরুদ্ধে গাড়ির ঠিক মত চালাতে না পারা ও মানুষ চাপা দেবার অভিযোগ রয়েছে।Thousand-Pa вспоминает историю самого знаменитого правозащитника в Казахстане Евгения Жовтиса.
42মহাসড়কের উপর গাড়ি চালানোর সময় তিনি এক পথচারীকে চাপা দেন। তিনি ছিলেন শান্ত, তিনি নির্ধারিত গতি সীমার মধ্যে গাড়ি চালাচ্ছিলেন।После того, как он сбил пешехода, он был обвинен в неправильном использовании транспортного средства и непредумышленном убийстве человека.
43তার দেওয়া বিভিন্ন উপাদান নিহতের পরিবারকে সাহায্য করেছে। তবে তারপরেও তার ৪ বছরের জেল হয়েছে।Он был трезв, не превышал скорости, оказал материальную помощь семье жертвы, но все же был приговорен к четырем годам лишения свободы.
44ব্লগার একই ধরনের আরেক ঘটনার উপর মন্তব্য করেছে। এই ঘটনায় এক প্রভাবশালী ব্যবসায়ীর পুত্র জড়িত ছিল- কিন্তু এর বেলায় ফলাফল একেবারে ভিন্ন [রুশ ভাষায়]:Блоггер комментирует похожий случай с участием сына влиятельного бизнесмена, но с совершенно другим исходом дела.
45এখন -ঠিক হয়েছে!А теперь - вуаля!
46কাজাখ ধরনের রহস্যময় ন্যায়বিচার সাধিত হয়েছে!Чудеса казахстанской фемиды!
47আপনি মদ খেয়ে গাড়ি চালাতে পারেন, এক গাড়ি দুর্ঘটনায় তিনজন মানুষের মৃত্যুর কারণ হতে পারেন, ন্যায় বিচার এড়ানোর জন্য দেশ থেকে পালিয়ে যেতে পারেন-এবং তারপরেও নিষ্পাপ রয়ে যেতে পারেন।Ты можешь быть выпившим, стать виновником гибели 3 человек, сбежать из страны с целью укрывательства от правосудия и при этом - остаться невиновным!