Sentence alignment for gv-ben-20150520-48631.xml (html) - gv-rus-20150514-37340.xml (html)

#benrus
1জিভি বেতারে চলা বিশ্বব্যাপী কণ্ঠ শোনার জন্যে আপনার কান পেতে দিনПоймате всемирную волну с GV Radio
2গ্লোবাল ভয়েসেস বেতারের ছবি, কেভিন রথরক-এর সৌজন্যেЛоготип Global Voices Radio в версии Кевина Ротрока
3গ্লোবাল ভয়েসেস অবশেষে বায়ুতরঙ্গে যুক্ত হয়েছে!Global Voices выходит на виртуальные радиоволны!
4আমরা গ্লোবাল ভয়েসেস ইন্টারনেট রেডিও চালু করা নিয়ে উদ্দীপিত।Мы рады запустить интернет-радио Global Voices.
5আমাদের জনগোষ্ঠী পৃথিবীব্যাপী প্রোগ্রাম তৈরি ও এর ব্যবস্থাপনা করছে, যা আপনি আপনার কম্পিউটার বা ভ্রাম্যমান যন্ত্র থেকে শুনতে পারবেন।Наше сообщество создавало и находило звуковые дорожки со всего мира, которые вы можете теперь услышать со своего компьютера или мобильного телефона.
6আমাদের উদ্দেশ্যের সাথে তাল মিলিয়ে জিভি বেতার সারা পৃথিবী থেকে ধ্বনি এবং সঙ্গিতের উপর আলোকপাত এবং বর্ধিত করে দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন ধরে একটি সরাসরি সম্প্রচারযোগ্য প্ল্যাটফর্মে সহজলভ্য করে রাখবে।Поддерживая нашу миссию, GV Radio будет выделять и усилять голоса и музыку из разных частей света, будучи доступным на интернет-платформе 24 часа в сутки, 7 дней в неделю.
7এই নতুন প্রকল্পটি সোর্সফ্যাব্রিকের সহায়তায় তাদের এয়ারটাইম প্রো প্ল্যাটফর্ম-এর মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।Новый проект стал возможен благодаря поддержке со стороны организации Sourcefabric и её платформе Airtime Pro [анг].
8জিভি বেতার সারা পৃথিবী থেকে আমাদের বৈশ্বিক জনগোষ্ঠীর বিভিন্নতার প্রতিফলন ঘটানো বিভিন্ন ভাষার অনুষ্ঠান আমাদের শ্রোতাদের জন্য নিয়ে আসবে।Слушатели GV Radio смогут познакомиться с программами, записанными в разных странах и на разных языках, что отражает разнообразие нашего мирового сообщества.
9আমাদের সম্প্রচার শুরু করতে বিভিন্ন বিষয়ের উপর আমাদের পুরস্কারপ্রাপ্ত গ্লোবাল ভয়েসেস পডকাস্ট-কে উপস্থাপন করার জন্য আমরা আমাদের আর্কাইভের মধ্যে প্রবেশ করবো।Мы начинаем наше вещание с погружения в наши архивы - гвоздём программы являются удостоенные наград подкасты Global Voices [анг] на различные темы.
10আমরা আপনাদের কাছে আমাদের জিভি মুখ আড্ডার ধারাবাহিকের কয়েকটি থেকে অডিও শোনাবো, সেই সাথে সাথে ফিলিপাইন্স-এর সেবু থেকে সাম্প্রতিক গ্লোবাল ভয়েসেস শীর্ষ সম্মেলন থেকে উপস্থাপনাসমূহও উপস্থাপন করবো।Вы также услышите аудиодорожки некоторых встреч из серии GV Face [анг], а также презентации с недавно прошедшего саммита Global Voices в Себу, Филиппины.
11আমাদের জনগোষ্ঠীর সদস্যরা তাদের নিজেদের মৌলিক অনুষ্ঠান পাঠিয়েও অংশ গ্রহণ করেছে, যেমন আমাদের লিঙ্গুয়া ফার্সী সম্পাদক মাজিয়ার মাহদাভিফারে'র তৈরী করা একটি পারস্য সঙ্গীত পডকাস্ট ও জেমস প্রপা'র তৈরী আফ্রিকা সেত্‌জা নামের একটি আফ্রিকীয় সঙ্গীত অনুষ্ঠান।Члены нашего сообщества также внесли свой вклад, записав свои собственные оригинальные программы: редактор нашего языкового раздела на фарси Мазяр Махдавифар [фар] создал подкаст об иранской музыке, а программа Джеймса Пропы [анг] посвящена африканскому музыкальному шоу под названием Africa Cheza.
12এছাড়াও, মেক্সিকোর মেরিদা থেকে দক্ষিণের দক্ষিণ নামে আমাদের রাইজিং ভয়সেস প্রকল্প থেকে আরও সঙ্গীত সংযোজন করা হয়েছে।Кроме того, ещё больше музыки привносит один из проектов Rising Voice The South of South [исп] из Мериды, Мексика.
13সারা পৃথিবী থেকে আরও প্রকল্প গ্রহণ করা হয়েছে যেগুলো এখনও বিকাশমান পর্যায়ে আছে।В разработке находится ещё больше проектов со всего мира.
14আমরা বেশ কয়েকটি রোমাঞ্চকর পডকাস্ট অংশীদারিত্ব স্থাপন করতে পেরেছি, যার মধ্যে আছে ল্যাটিন আমেরিকীয় ডিজিটাল গল্পবলার অনুষ্ঠান রেডিও আম্বুলান্তে, যার পর্বগুলো জিভি বেতারে সম্প্রচার করা হবে।У нас есть несколько потрясающих партнёров по подкастам, включая латиноамериканскую программу Radio Ambulante [исп], эпизоды которой будут транслироваться по GV Radio.
15সঙ্গীত মৈত্রী চুক্তি (এমএপি) নামের সঙ্গীত ব্লগার জনগোষ্ঠীর সাথে অংশীদারীত্বের সুবাদে আমরা ৩০টিরও বেশী দেশ থেকে এমএপি সদস্য অষ্ট্রেলিয়ার হুদ্যাহেল. নেট দ্বারা সংগ্রহ করা নির্বাচিত কিছু মজার ও নানাবিধ সঙ্গীত তাদের মাসিক ম্যাপকাস্ট-এর মধ্যে দিয়ে সম্প্রচার করবো।Благодаря партнёрству с сообществом блогеров на музыкальную тематику Music Alliance Pact (MAP), мы также будем транслировать подборку из интересного и разнообразного мира музыки из более чем 30 стран, которая курируется членом MAP Whothehell.net [анг] из Австралии через его ежемесячные «мэпкасты».
16আমরা প্রতি দুই সপ্তাহ পর পর, আমাদের জনগোষ্ঠী দ্বারা চিহ্নিত করা বা আমাদের শ্রোতা দ্বারা প্রস্তাবিত আমাদের নতুন পডকাস্ট অংশীদারদের কাছ থেকে অডিও অনুষ্ঠান উপস্থাপন করবো।Каждые две недели мы будем уделять особое внимание аудиоконтенту от наших новых партнёров, которые будут определяться нашим сообществом или предлагаться нашими слушателями.
17এই অংশীদারীত্বের মাধ্যমে আমরা তাদের তৈরী করা পডকাস্ট কাজকে আরও ব্যাপক বৈশ্বিক জনগোষ্ঠীর কাছে তুলে ধরতে চাই যাতে তারা তাদের প্রাপ্য স্বীকৃতি লাভ করতে পারে।Цель этих партнёрств - донести работу над подкастами до более широкой мировой аудитории, чтобы они получили признание, которого заслуживают.
18আপনার যদি ভবিষ্যত অনুষ্ঠানগুলোতে উপস্থাপনের জন্য কোন অলাভজনক মাঠপর্যায়ের পডকাস্টের প্রস্তাবনা থাকে তবে আমাদের সাথে যোগাযোগ করুন।Если у вас есть предложения по «народным» подкастам, создаваемым без цели получения прибыли, которые могли бы стать частью наших будущих программ, пожалуйста, свяжитесь с нами.
19অন্যান্য জিভি বেতার অংশীদারগণ হলো:Другие партнёры GV Radio:
20পাপুয়া ধ্বনি হলো তাদের কাহিনীগুলো আরও কার্যকরভাবে বিশ্বকে বলার জন্য পাপুয়ার সক্রিয়-কর্মীদের সাথে কাজ করা একটি ভিডিও এ্যাডভোকেসী উদ্যোগ।Papuan Voices - инициатива по созданию видео совместно с папуанскими активистами с целью более эффективно рассказывать их истории миру.
21২০১১-১২ সালে এনগেজমিডিয়া এ্যান্ড জাস্টিস, পীস এ্যান্ড ইন্টেগ্রিটি অব ক্রিয়েশন জয়াপুরা এবং মেরাউকেতে পাপুয়ার সক্রিয়-কর্মীদেরকে ভিডিও তৈরী করা এবং বিতরণ দক্ষতা শিখানোর জন্য স্থানীয় সংগঠনগুলোর সাথে সহযোগিতা করেছে।В 2011-12 годах EngageMedia и Justice, Peace and Integrity of Creation сотрудничали с местными организациями в Джаяпуре и Мерауке с целью научить папуанских активистов производству видео и навыкам их распространения.
22২০১৩ ও ২০১৪ সালে আমরা ওয়ামেনা ও সোরোং-এ ধারাবাহিক ভিডিও কর্মশালার আয়োজন করার জন্য বেলানতারা পাপুয়া এবং ইয়াইয়াসান তেরাতাই হাতি পাপুয়ার সাথে অংশীদারীত্ব করি।В 2013 и 2014 годах мы совместно с Belantara Papua и Yayasan Teratai Hati Papua провели серию семинаров по созданию видео в Вамене и Соронге.
23জামাত উল মসিকি হলো পাকিস্তানের সঙ্গীত পডকাস্ট যার জন্য আপনার বিগত দশ বছর ধরে অপেক্ষা করেছেন।Jamaat-ul-Mausiqi - это подкаст пакистанской музыки, которого вы ждали последние десять лет.
24আমরা সুপ্তকে বের করে আনি, আমরা গৌরবময় অতীতের মধ্যে স্ফূর্তি করি, এবং আগত বিপ্লবের বিষয়ে আনন্দ করি।Мы раскапываем подполье, наслаждаемся славным прошлым и играем рапсодию о предстоящей революции.
25আহমার নকভি এবং শাহারিয়ার পোপালজাই দ্বারা পরিচালিত।Проектом управляют Ахмер Накви (@karachikhatmal) и Шахерияр Попалзай (@spopalzai).
26পিনারা আকু একটি শিশুদের ভাষা বেতার অনুষ্ঠান, যার মাধ্যমে ওয়ারুমুঙ্গু ভাষা শেখানো হয়।Pinarra Aku - детское языковое радио-шоу, обучающее языку варумунгу.
27বিআরএ শৈল্পীক নির্দেশক, ক্যাথী বার্ণস-এর সৃষ্টি যিনি রোজমেরী প্লামার (ঐতিহ্যবাহী স্বত্বাধিকারী) এর সাথে অনুষ্ঠানটির সহ-উপস্থাপনা করেন।Оно создано художественным директором BRA Кэти Бернс, которая ведёт шоу вместе с Розмари Пламмер (Traditional Owner).
28ভাষা শিখানো ও টিকিয়ে রাখার জন্য এই অনুষ্ঠানটি।Цель шоу - образование и сохранение языка.
29রোজমেরী এবং ক্যাথী ২০১১ সাল থেকেই একত্রে গান রচনা করছেন এবং ভাষা শিক্ষা দিচ্ছেন।Розмари и Кэти вместе создают песни и учат языку с 2011 года.
30তারা ভাষা ও শিক্ষার প্রতি তাদের ভালবাসাকে সমন্বিত করে ‘পিনারা আকু' নির্মাণ করেছেন।Они соединили любовь к языку и образованию для создания «Pinarra Aku».
31আমরা জিভি বেতরের পাতা তৈরীর জন্য কাজ করছি যেখানে আমাদের উপস্থাপন করা ধ্বনিগুলোর ব্যাপারে আরও জানতে আপনার প্রয়োজনীয় সকল লিঙ্কগুলো পাবেন।Мы работаем над страницей GV Radio, где вы сможете найти все необходимые ссылки, чтобы узнать больше о программах, которые мы транслируем.
32এখানে একটি উইজিটও থাকবে যেখানে কী বাজানো হচ্ছে, এরপর কী আসবে, এবং কোন ভাষায় সেটি হচ্ছে তা দেখা যাবে।На ней также будут иметься данные о том, что идёт сейчас, что будет дальше и на каком языке.
33এই প্রকল্পটি একটি বিকাশমান কাজ, আমরা আপনাদের কাছ থেকে আপনাদের পছন্দ আর আপনাদের অপছন্দ শুনতে চাই, সেই সাথে সাথে চাই ভবিষ্যত অনুষ্ঠানের জন্য পরামর্শ।Этот проект работает и развивается одновременно, и мы бы хотели услышать от вас, что вам нравится, а что нет, а также получить предложения насчёт будущих программ.
34আমাদের সাথেই থাকুন!Оставайтесь с нами!