Sentence alignment for gv-ben-20150919-50351.xml (html) - gv-rus-20150919-42660.xml (html)

#benrus
1রুশীয় আদালত গুগলকে জিমেইল-এ ‘ব্যক্তিগত যোগাযোগ পত্র পড়ার’ দায়ে জরিমানা করেছেРоссийский суд штрафует Google за «чтение личной переписки» в Gmail
2গুগলের বাছাই করা বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত যোগাযোগ পত্রে অধিকার লঙ্ঘন করে বলে রুশীয় একটি আদালত রায় দিয়েছে।Российский суд решил, что таргетированная реклама Google нарушает права пользователей на частную переписку.
3ছবি: বিশেষ্য প্রকল্প থেকে মার্থা অর্মিসটন কর্তৃক ইমেইল এবং জি লী কর্তৃক ভিডিও নজরদারী।Изображения: Email Martha Ormiston и видеонаблюдение Ji Lee от Noun Project.
4তেতিয়ানা লোকোট ছবিগুলোর মিশ্রণ করেছেন।Обработано Татьяной Локоть.
5মস্কো শহরের আদালত গুগলকে বাছাই করা অনলাইন বিজ্ঞাপন প্রচার করার মাধ্যমে ‘যোগাযোগ পত্রের গোপনীয়তা লঙ্ঘনের‘ কারণে ৫০ হাজার রুবল (৭৬৫ মার্কিন ডলার) জরিমানা হিসেবে প্রদান করার জন্য রায় দিয়েছে, কারণ এটি একজন ব্যবহারকারীর জিমেইল হিসেবের পত্রের বিষয়বস্তুর উপর ভিত্তি করেই করা হয় বলে আদালত দেখেছে।Московский городской суд постановил, что Google должен заплатить штраф 50 тысяч рублей (765 долларов США) за «нарушение конфиденциальности переписки» использованием таргетированной рекламы, которая, как решил суд, основывалась на содержании писем в аккаунтах пользователей Gmail.
6ইয়াকেটেরিনবার্গ-এর বাসিন্দা আন্তন বুরকভ প্রথম যখন সন্দেহ করতে শুরু করলেন যে কোম্পানীটি তার ব্যক্তিগত যোগাযোগ পত্রগুলো পাঠ করছে তার পরপরই ২০১৫ সালের গোড়াতেই গুগল কর্পোরেশনের বিরুদ্ধে তিনি মামলা করার সিদ্ধান্ত নিলেন।Житель Екатеринбурга Антон Бурков решил подать в суд на корпорацию Google в начале 2015 года после того, как впервые заподозрил компанию в чтении своей личной корреспонденции.
7ইয়াকেটেরিনবার্গ মানবতাবাদী বিশ্ববিদ্যালয়ের ইউরোপীয় আইন বিভাগের উপ-প্রধান বুরকভ তার বন্ধুদেরকে ইউরোপীয় মানবাধিকার আদালত পরিদর্শনের একটি পূর্ব-পরিকল্পিত ভ্রমণ সম্পর্কে ইমেইল করছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে বিভিন্ন বিজ্ঞাপন তাকে স্ট্রাসবুর্গ-এ হোটেলে থাকা ও ভিসা পরিষেবার বিভিন্ন প্রস্তাব দিচ্ছিল।Бурков, заместитель руководителя кафедры европейского права екатеринбургского Гуманитарного университета, переписывался по e-mail с друзьями по поводу его планов поехать в Европейский суд по правам человека. Именно тогда он заметил объявления о предложениях отеля в Страсбурге и визовых услугах.
8আমি এটি অপ্রত্যাশিতভাবেই আবিষ্কার করি, আমি দেখি যে আমার ইমেইলগুলোর ডান পাশে কয়েকটি বিজ্ঞাপন ছিল এবং আমি অনুধাবন করলাম যে সেগুলোর মধ্যে আমরা চিঠিগুলোর মধ্যে থাকা কিছু তথ্য রয়েছে।Я обнаружил это совершенно случайно, с правой стороны всех моих писем я увидел рекламу и понял, что она содержит данные из моих писем.
9সুতরাং, তাদের রোবটগুলোকে ব্যবহারকারী সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য এবং প্রাসঙ্গিক বিজ্ঞাপন সরবরাহ করার উপযোগী করে তৈরী করা হয়েছে।То есть, их роботы запрограммированы так, чтобы собирать информацию о пользователях и выдавать контекстную рекламу.
10২০১৫ সালের ২১শে এপ্রিল তারিখে মস্কোর একটি জেলা আদালত বুরকভের মামলাটিকে অস্বীকার করে, কিন্তু ব্যবহারকারী পরবর্তীতে পুনর্বিচারের প্রার্থনা করতে উচ্চতর আদালতে গমণ করে দাবী করে যে গুগল পত্র যোগাযোগের গোপনীয়তায় তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে।21 апреля 2015 года районный суд Москвы отклонил иск Буркова. Позже пользователь подал апелляцию в суд выше уровнем, утверждая, что Google нарушил его конституционные права конфиденциальности переписки.
11এখন মস্কো শহর আদালত বুরকভের অনুকূলেই রায় দিয়েছে, যদিও আদালতের সংবাদ-পরিষেবা দপ্তর শুধুমাত্র ৫০ হাজার রুবল জরিমানা করার কথা উল্লেখ করেছে, এবং ব্যবহারকারীদের যোগাযোগের পত্র থেকে তথ্য নিয়ে ব্যবহার করা থেকে গুগলকে বিরত রাখার বুরকভের প্রাথমিক দাবীর বাস্তবায়ন করতে আদালত রুল জারি করেছে কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলে নি।Теперь Московский городской суд вынес решение в пользу Буркова, однако пресс-служба суда упомянула лишь о штрафе в 50 тысяч рублей, но не уточнила, удовлетворил ли суд другое первоначальное требование Буркова запретить Google использовать информацию из переписки пользователей.
12জিমেইলের পরিষেবা সংক্রান্ত শর্তবলী ও গোপনীয়তার নীতি-তে যে ধরনের ব্যবহারকারী উপাত্ত ও তথ্য এই পরিষেবাটি সংগ্রহ করে থাকে তা বিস্তারিতভাবে উল্লেখ করা আছে।Условия использования Gmail и политика конфиденциальности предоставляют детальное объяснение, какие виды данных и информации пользователей собирает служба.
13গুগল হিসেব নিবন্ধন করার সময় ব্যবহারকারী যে তথ্য প্রদান করে সেগুলোও এগুলোর মধ্যে আছে, সেই সাথে সাথে কার্যাবলীর তালিকা সংক্রান্ত তথ্য যেমন বিষয়বস্তু সন্ধান করার তালিকা, যন্ত্রের তথ্য (এর নকশা, অপারেটিং সিস্টেম, ইত্যাদি) এবং অন্যান্য তথ্য, যেমন অবস্থান।Они включают в себя личную информацию пользователей, предоставленную при регистрации аккаунта Google, а также информацию регистрационного журнала, такую как запросы поиска, информацию об устройстве (его модель, операционная система и др. ) и другие данные такие, как местоположение.
14অন্যদিকে, এর সহায়ক ওয়েবসাইট-এ ‘জিমেইলে বিজ্ঞাপন‘ সংক্রান্ত একটি অনুচ্ছেদে জিমেইল বলছে: জিমেইলকে লক্ষ্য করে বিজ্ঞাপনগুলো সম্পূর্ণ সয়ংক্রীয়, এবং আপনাকে বিজ্ঞাপন বা সংশ্লিষ্ট তথ্য দেখানোর জন্য কোন মানব আপনার ইমেইল বা গুগল হিসেব সম্পর্কিত তথ্যগুলো পাঠ করে না।С другой стороны, в разделе «Реклама в Gmail» в справочной сайта, Google отмечает: «Таргетинг объявлений в Gmail полностью автоматизирован, и ни один человек не читает ваши письма и не просматривает данные в аккаунте Google, чтобы определить, какую рекламу вам показывать и какую информацию предлагать».
15রাশিয়ার আদালতের রায় বা জরিমানা বিষয়ে কিভাবে তারা প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে গুগল এখনও কোন মন্তব্য করেনি।Google пока не прокомментировал, как планирует реагировать на постановление российского суда и штраф.
16এপ্রিল মাসে রুশীয় গুগল কার্যালয় আরআইএ ‘নোভোস্তি'কে জানায় যে রুশীয় কোম্পানীটি জিমেইল পরিষেবার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল না, এবং যে কোন অভিযোগ সম্পর্কে অবহিত করতে যুক্তরাষ্ট্রে অবস্থিত গুগল ইনকরপোরেটেড-কে উদ্দেশ্য করে করতে হবে।В апреле представитель российского офиса Google (ООО «Гугл») сообщил РИА «Новости», что российская компания не несет ответственность за услуги Gmail и любые жалобы должны быть адресованы корпорации Google в США.