Sentence alignment for gv-ben-20100209-9289.xml (html) - gv-rus-20100205-1345.xml (html)

#benrus
1ইউক্রেইন: “যদি গুগল রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানী হতো”
2নিচের লেখায় (ইউক্রেনীয় ভাষায় লেখা; লাইভ জার্নাল ব্যবহারকারী গ্রসম্যানের করা রুশ অনুবাদটি এখানে), এলভিভ-ভিত্তিক লাইভ জার্নাল ব্যবহারকারী ডালি_বাড ইউক্রেইনের রাষ্ট্রীয় আমলাতন্ত্র এবং লাল ফিতার দৌরাত্ম্যের সমালোচনা করছেন।
3তিনি এই বিষয়গুলো পরিষ্কার করতে বর্ণনা করছেন, গুগল সার্চ বা অনুসন্ধান যদি ইউক্রেইনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানী হত তা হলে তার চেহারা কেমন হত।
4এই পোস্টে প্রায় ৬০ টির মত মন্তব্য এসেছে।Украина: “Если бы Google был государственным предприятием…”
5এইসব মন্তব্যের বেশিরভাগই ছিল দারুণ মজাদার, ব্যঙ্গাত্মক সব মন্তব্য।
6যদিও তার মধ্য কয়েকটি মন্তব্য ছিল ভীতিকর এবং খানিকটা বেদনাদায়ক ছিল- কারণ এইসব মন্তব্যের কয়েকটি ছিল সত্যের খুব কাছাকাছি।
7“যখন গুগল রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানী”…
8- ইন্টারনেটে কোন কিছু অনুসন্ধান করার জন্য লিখিত অনুরোধ জানাতে হবে।
9আর এটি করতে হত বিশেষ এক দরখাস্তের আকারে।
10সেই দরখাস্ত আবার জমা দিত হত সপ্তাহের প্রতি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ১১ টার মধ্যে এবং নির্দিষ্ট এলাকায় [সেই এলাকায়, যেখানকার বাসিন্দা হিসেবে আপনি নিজের নাম নিবন্ধন করেছেন]। এই দরখাস্ত জমা দেবার সময় আপনাকে ৩০ জন লোকের এক লাইনে দাঁড়াতে হবে।В тексте, приведённом ниже (укр; русский перевод ЖЖ-пользователя grosman), Львовский ЖЖ пользователь dali_bude издевается над украинской государственной бюрократией и волокитой, описывая то, на что бы был похож поиск в Гугле, если бы Гугл был украинским государственным предприятием.
11-লিখিত এই দরখাস্তের সাথে অনুসন্ধানের বিষয়বস্তু সংযুক্ত করতে হবে।
12এর সাথে থাকতে হবে, আপনার জন্ম তারিখ, যেখানে আপনি বাস করেন সেই বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, সন্তানের সংখ্যা, পরিচয়পত্রের নম্বর, পাসপোর্ট সম্বন্ধে তথ্য, এর সাথে অনুরোধপত্র, তিনমাস সময়ের মধ্যে তোলা রঙ্গিন ছবি (ভ্রমণ করার জন্য ব্যবহার করা পাসপোর্টে যে ছবি থাকে ঠিক সে রকম) লিখিত দরখাস্তের তিনটি মূল কপি এর সাথে জমা দিতে হবে।
13-লিখিত দরখাস্তের সাথে নিন্মলিখিত অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হবে:
14* অতীতে কোন অপরাধের সঙ্গে আপনি জড়িত ছিলেন না তার সনদপত্র; * বিভিন্ন সেবা গ্রহণের বিল, (পানি, বিদ্যুৎ বা ইউটিলিটি বিল) প্রদানে কোন গাফিলতি কর হয়নি তার এক সনদপত্র, যার মধ্যে থাকতে হবে ২০০২ সাল থেকে নিয়মিত গ্যাস বিল প্রদান করা হয়েছে তার সনদপত্র।
15* মাদক অধিদপ্তর এবং মানসিক চিকিৎসকের কাছ থেকে যোগ্যতার সনদপত্র; * [সামরিক বিভাগে কাজ করার সনদপত্র]; * পিতামাতার কাছ থেকে লিখিত অনুমতি পত্র [… ] এবং প্রাপ্তবয়স্ক সন্তানের কাছ থেকে এই অনুমতি আনতে হবে যে, তারা আপনার ইন্টারনেট অনুসন্ধান বিরোধী নয়; * ইন্টারনেট বিষয়ক মন্ত্রণালয়ের একজন বিশেষজ্ঞের সনদপত্র, এই সনদপত্রে থাকবে আপনার খোঁজ বা অনুসন্ধান যে রাষ্ট্রের গোপনীয়তা ভঙ্গ করবে না তার নিশ্চয়তা (এই সনদ পাবার দরখাস্ত প্রতি মাসের প্রতি বেজোড় তারিখ শনিবারে বিকেল ৪ টা থেকে ৪.
16৩০ মিনিটের মধ্যে গ্রহণ করা হবে) * জাতীয় নৈতিকতা বিভাগের আঞ্চলিক শাখা থেকে বিশেষ অনুমতি নিতে হবে, তারা সনদ প্রদান করত যে আপনার অনুসন্ধানে যৌন কোন উপাদান থাকবে না (এর কাগজপত্র কিছু সময়ের জন্য নিবন্ধন অফিস গ্রহণ করবে না, কারণ সেখানে মেরামত চলছে): * হাসপাতালের এক সনদের মাধ্যমে নিশ্চিত করতে হবে যে আপনি সব ধরনের প্রতিষেধক টিকা নিয়েছেন এবং আপনার অনুসন্ধানের মধ্যে দিয়ে কোন ক্ষতিকর ভাইরাস ইন্টারনেটে প্রবেশ করবে না; * একটি সনদপত্র যা নিশ্চিত করবে অন্য সব সার্চ বা খোঁজ করার প্রতিষ্ঠানগুলো তাদের কর্মে অনুপস্থিত রয়েছে, [রাষ্ট্রীয় প্রতিষ্ঠান] “গুগল” যাদের এভাবেই বিবেচনা করছে।
17- আপনার অনুসন্ধানের জন্য নিন্মলিখিত অর্থ প্রদান করতে হবে।
18* অনুসন্ধান করার মূল্য (৪৫০ হারইয়াভনিয়াস) [ প্রায় ৫৬ মার্কিন ডলার]; * বীমার জন্য (৮. ৫০ হারইয়াভনিয়াস) [প্রায় ১ ডলার] * বাধ্যতামূলক স্বেচ্ছা অনুদান হিসেবে ভবিষ্যৎ গুগলের জন্য তহবিল তৈরি ক্ষেত্রে অর্থ প্রদান (৯৩.Пост собрал почти 60 комментариев и большинство читателей считают пародию смешной, хотя и немного страшной и в то же время грустной - потому что она очень близка к правде.
19১১ হারইয়াভনিয়াস)[১১. ৬৩ মার্কিন ডলার], (দয়া করে পুরো অর্থ সাথে রাখবেন, আমাদের কাছে খুচরা টাকা থাকে না!);Если бы Гугль был украинским государственным предприятием, то:
20- যখন আপনি বাড়তি এক চুক্তি স্বাক্ষর করবেন, তখনই কেবল সার্চ বা অনুসন্ধান করার যোগ্যতা অর্জন করবেন।
21এর মাধ্যমে আপনি নিশ্চিত করবেন যে যেদিন থেকে আপনি চুক্তি স্বাক্ষর করলেন, তারপর আগামী তিন বছর অন্য কোন কোম্পানীর অনুসন্ধান সেবা ব্যবহার করবেন না।
22এই চুক্তি একজন নোটারী পাবলিকের (নোটারী পাবলিক সেবার জন্য আপনাকে ১৫০ হারইয়াভনিয়াস [১৮.
23৭৫ মার্কিন ডলার] প্রদান করতে হবে) উপস্থিতিতে করতে হবে।
24-কোটেশন ফ্রম দা ইন্টারনেট (অনুসন্ধান ফলাফল বা সার্চ রেজাল্ট এর জন্য যে কাগজে দরখাস্ত জমা দিতে হবে তার সরকারি নাম) সংগ্রহ করার জন্য ২০ কর্মদিবসের পর দপ্তরে আসতে হবে, এবং তার জন্য আবার একটা লাইনে দাঁড়াতে হবে।
25ছাপানো এক কাগজে সেই আবেদনপত্রটি পাওয়া যাবে (এটি ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ছাপানো)।
26রাষ্ট্রীয় বাজেটে ঘাটতি থাকার কারণে অনুসন্ধানের ফলে যে ছবি আসবে সেটি কাগজে ছাপা হয়ে না আসার কারণে দেখা যাবে না।
27-যদি তখনও এর উত্তর না আসে, তা হলে আপনাকে আরো ২০টি কার্য দিবস অপেক্ষা করতে হবে।
28এরপর আপনি আবার অনুসন্ধানের ফলাফল জনার জন্য অনুরোধ করার যোগ্য বলে বিবেচিত হবেন।
29- যদি আপনার একটা ওয়েব সাইট থাকে এবং আপনি বিনা অনুমতিতে সেখানে তথ্য সরবরাহ করতে পারেন, তা হলে ২০১০ এর ৩৮ ফেব্রুয়ারিতে তৈরি, # ৬৬৬-৬৬ আইনানুসারে দেশটির রাজনৈতিক তথ্য নিয়ন্ত্রণ আইনের অধীনে সংবাদে নিয়ন্ত্রণ করতে হবে এবং ইউক্রেইনের নাগরিকদের জন্য অনুসন্ধান সেবাকে এক করা ও তথ্য সেবায় প্রবেশাধিকারকে আরো সহজ করার জন্য আপনি সেই নিয়ন্ত্রণ মানতে বাধ্য: * জরুরি প্রয়োজনের আপনার ওয়েবসাইট থেকে সকল তথ্য রাষ্ট্রীয় কোম্পানী “ইউক্রেইন গুগলকে' কেবল ৩.
30৫ ইঞ্চি ফ্লপি ডিস্কে প্রদান করতে হবে (এই ডিস্ক তৈরি করবে বেসরকারি কোম্পানী “ডিস্কেটা গুগল”।
31প্রতিটি ডিস্কের দাম পড়বে ২৫ হারইয়াভনিয়াস [ প্রায় ৩.
32১০ ডলার]); *একবার যখন আপনি এই অধিকার অর্জন করবেন, [তখন আপনাকে] পাঁচদিনের মধ্যে আপনার ওয়েবসাইট থেকে সকল তথ্য মুছে ফেলতে হবে।