# | ben | rus |
---|
1 | পুয়ের্তো রিকান দ্বীপের সংগ্রাম এবং বিজয়ের ১৩৫ বছরের ইতিহাস | |
2 | আমেরিকান নৌবাহিনী পুয়ের্তো রিকো পৌরসভার কুলেব্রা দ্বীপটিকে অনেক বছর ধরে একটি সামরিক প্রশিক্ষণ শিবির হিসেবে ব্যবহার করে আসছে। | |
3 | আজ পর্যন্ত তাঁরা দ্বীপের মাটি এবং পানি দূষণ করে আসছে। | |
4 | ছবিতে কুলেব্রার জনগণকে নৌবাহিনীর মুখোমুখি দাঁড়াতে দেখা যাচ্ছে। “কুলেব্রা ১৩৫-৪০” এর স্ক্রিনশট। | ВИДЕО: Кулебра – пуэрториканский муниципалитет и его 135 лет борьбы |
5 | পুয়ের্তো রিকান কুলেব্রা পৌরসভা দ্বীপটি এর সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। | |
6 | বিশ্বের কয়েকটি সুন্দরতম সমুদ্র সৈকতের একটি হিসেবে এটি ব্যাপকভাবে সমাদৃত। | |
7 | তবে কুলেব্রা দ্বীপে সূর্য, সমুদ্র এবং বালু ছাড়াও আরও কিছু রয়েছে। কুলেব্রার জনগণ তাদের দ্বীপের জমি ও পানি রক্ষা প্রতিরোধ সংগ্রামের ইতিহাসের সাক্ষী এবং প্রধান চরিত্র। | Военно-морской флот США долгие годы использовал остров Кулебра - муниципалитет Пуэрто-Рико, в качестве площадки для военной подготовки своих вооруженных сил, загрязняя его земли и воды, вплоть до настоящего времени. |
8 | কারণ এর একটি বড় অংশ সামরিক প্রশিক্ষণ ঘাঁটি হিসেবে মার্কিন নৌবাহিনী দখল করে রেখেছিল। | |
9 | প্লায়া ফ্লামেনকো কুলেব্রা এর অন্যতম আদিম একটি সৈকত। | На фотографии: жители Кулебры противостоят флоту. |
10 | ক্রিস্টোফার জ্যাপফের দেয়া ছবি। | Изображение, взятое из видео [исп]. |
11 | উইকিমিডিয়া কমনসের মাধ্যমে সিসি বিওয়াই-এসএ লাইসেন্সের আওতায় ছবিটি ব্যবহৃত। | |
12 | কুলেব্রা'র মানুষ বহু বছর ধরে নৌবাহিনীর সৃষ্ট বিস্ফোরণ, বোমা, বুলেট এবং দূষণের মাঝে তাদের জীবন ধারণ করে যাচ্ছে। | |
13 | তাঁরা গোপনে পুয়ের্তো রিকান প্রশাসনকে পরামর্শ দিয়েছে যে ভিয়েকুয়েস এবং কুলেব্রা পৌরসভা দ্বীপের হাত থেকে তাঁরা পরিত্রাণ পেতে চায়। | |
14 | এর জন্য পুয়ের্তো রিকোর প্রধান দ্বীপে তাদের বাসিন্দাদের পাঠিয়ে দিতে চায়; এমনকি তারা মৃত ব্যক্তিদেরকেও তাদের সমাধি থেকে উঠিয়ে নিতে চান। | |
15 | নৌবাহিনীর উদ্দেশ্য উভয় দ্বীপপুঞ্জের একচেটিয়া ব্যবহার লাভ এবং ভিয়েকুয়েস এবং কুলেব্রা এর মানুষকে আবার তাদের জমির উপর দখল নেয়া থেকে বিরত রাখা। | |
16 | এমনকি তাদের প্রিয়জনদের সমাধিস্থলে ফুল দিতেও বাধা দেয়া হয়। | Пляж Фламенко - это пример нетронутого пляжа на Кулебре. |
17 | নৌবাহিনীর প্রস্তাব ভীতিপূর্ণ হওয়ার কারণে এটা “ড্রাকুলা পরিকল্পনা” নামে পরিচিত হয়ে ওঠে। | |
18 | যাইহোক, কুলেব্রা এর মানুষ জয়ী হয়েছে। ১৯৭৫ সালে তাদের দ্বীপ থেকে নৌবাহিনীকে বিদায় করতে সফল হয়েছে। | Фотография Кристофера Запфа, защищена лицензией CC BY-SA 4.0 via Wikimedia Commons [англ]. |
19 | বেসামরিকভাবে চালানো অবাধ প্রচারাভিযান, সামাজিক আন্দোলন এবং রাজনৈতিক আঙ্গিনার ব্যক্তিদের শত প্রচেষ্টার কয়েক বছর পর ২০০৩ সালে ভিয়েকুয়েস নৌবাহিনী মুক্ত হয়। | |
20 | কিন্তু মার্কিন নৌবাহিনীর কিছু অবশিষ্টাংশ সেখানে এখনও রয়ে গেছে। এই যেমন নৌবাহিনীর ব্যবহৃত ট্যাংক যা এখনও কুলেব্রা সৈকতকে দূষিত করে চলেছে। | Однако жители Кулебры были сильнее в своей борьбе против военно-морского флота США, добившись его ухода в 1975 году. |
21 | ছবিঃ ক্রিস্টোফার জাফ। উইকিমিডিয়া কমন্সের মাধ্যমে সিসি বাই-এসএ ৪. | Вьекес добился его ухода только в 2003 году. |
22 | ০ লাইসেন্সের অধীনে ব্যবহৃত। “কুলেব্রা ১৩৫-৪০” নামের তথ্যচিত্রে এই যুদ্ধের কিছু স্মৃতি সঙ্কলন করা হয়েছে। | На данный момент остались небольшие части флота, расположенные на пляжах Кулебры, такие как, например, этот танк. |
23 | এটি তৈরি করেছে পুয়ের্তো রিকান মাসিক ডায়ালগ ইউপিআর। | |
24 | কুলেব্রা প্রতিষ্ঠাতার ১৩৫ বছর এবং ইউএস নেভি চলে যাবার ৪০ বছর পূর্তি উদযাপনের নিমিত্তে নেওয়া প্রকাশনা সিরিজের এটি একটি বিশেষ অংশ। | Фото принятое от Кристофера Запфа (Christopher Zapf), защищено лицензией CC BY-SA 4.0 via Wikimedia Commons [англ]. |
25 | তথ্যচিত্রটি নীচে (স্প্যানিশ ভাষায়) দেখুনঃ | Посмотреть видео (на испанском языке) можно здесь: |