Sentence alignment for gv-ben-20110927-20303.xml (html) - gv-rus-20110929-6042.xml (html)

#benrus
1জর্জিয়া: ফেসবুকে ভার্চুয়াল পার্লামেন্ট স্পিকার নির্বাচন গেমГрузия: Виртуальная игра “Выборы председателя парламента”
2অক্টোবর ২০১২-এ অনুষ্ঠিত হতে যাওয়া জর্জিয়ার সংসদীয় নির্বাচনকে সামনে রেখে, বর্তমান সংসদের স্পিকার ডেভিড বাকরাদজে, ফেসবুকে বর্তমান ক্ষমতাসীন দলের মধ্যে সবচেয়ে সক্রিয় সদস্যে পরিণত হয়েছে।В преддверии парламентских выборов в Грузии, назначенных на октябрь 2012 года, председатель нынешнего парламента Давид Бакрадзе является на данный момент самым активным членом правящей партии в Фейсбуке.
3এই লেখাটি শেষ করার সময় পর্যন্ত ফেসবুকে তার নিজস্ব একাউন্টে [জর্জিয়ান ভাষায়] ২৭,৫২৬ জন ব্যাক্তি তার বিভিন্ন কর্মকাণ্ডকে পছন্দ করেছিল, যার মধ্যে ছিল, তার ভ্রমণ এবং সাক্ষাতের ছবি এবং এর সাথে তার পরিবারের ছবি।Его официальная страница [гр], насчитывающая на момент написания данной статьи 27 526 лайков, включает в себя фотографии с официальных визитов и встреч, а также фото его семьи.
4বাকরাদজে একটি গেমও চালু করেছেন, যার নাম নির্বাচন। এতে যারা তার ফেসবুকের পাতা লাইক বা পছন্দ করবে, তারা এই খেলায় এক ভার্চুয়াল বা কল্পিত সংসদের বিভিন্ন পদে নির্বাচন করতে পারবেন।Бакрадзе запустил также игру под названием Elections (Выборы), где каждый, кому понравилась его страница, может побороться за позицию виртуального председателя парламента.
5ডেভিড বাকরাদজের ফেসবুক পাতার স্ক্রিনশটСкриншот Фейсбук-страницы Давида Бакрадзе.
6এই ছবিটি, ডেভিড বাকরাদজের ফেসবুক পাতা থেকে নেওয়া।Фотография с официальной Фейсбук-страницы Давида Бакрадзе.
7এই খেলার নিয়ম খুব সহজ: এখানে যে কেউ প্রার্থী অথবা অন্য আরেক প্রার্থীর ভোটার হিসেবে নাম নিবন্ধন করতে পারবে।Правила игры просты: можно зарегистрироваться в качестве кандидата или проголосовать за другого.
8এখানে যারা প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করতে ইচ্ছুক, তারা তাদের বিস্তারিত জীবন বৃত্তান্ত পুরণ করতে সক্ষম হবে এবং তাকে মনোনীত করার জন্য বন্ধুদের আমন্ত্রণ জানাবে।Тот, кто принимает участие в борьбе за должность, должен предоставить краткую биографию и пригласить друзей проголосовать.
9যে প্রার্থী সবচেয়ে বেশী ভোট পাবে সে স্পিকার এবং চারজন রানার আপ ভার্চুয়াল, ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হবে।Кандидат, который сможет привлечь наибольшее количество голосов, станет виртуальным председателем парламента, остальные четыре “топ” кандидата получат должности виртуальных вице-спикеров.
10ক্ষমতাসীন দলের মধ্যে যার সবচেয়ে ফেসবুক ব্যবহার করেন,বাকরাদজে হচ্ছেন তাদের মধ্যে অন্যতম।В правящей партии Бакрадзе является одним из наиболее ярких сторонников Фейсбука.
11আগস্ট, ২০১১-এ বাকরাদজে, তার ফেসবুকের সংসদ বিষয়ক পাতায় সবচেয়ে সক্রিয় সদস্যদের অনানুষ্ঠানিক এক বৈঠক এবং সফরের জন্য আমন্ত্রণ জানায়, আর গতমাসে সে দশজনকে তার দপ্তরে আমন্ত্রণ জানায়।В августе 2011 года самых активных участников своей страницы Бакрадзе пригласил в парламент на неофициальную встречу и экскурсию. А в прошлом месяце еще десятерых человек он пригласил в своей офис.
12বাকরাদজে সাংবাদিকদের বলেন যে, গেমটির উদ্দেশ্য হচ্ছে তরুণদের নির্বাচনের প্রতি আকৃষ্ট করে তোলা এবং সরকার ও নাগরিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে উত্সাহ প্রদান করা।Бакрадзе сказал журналистам, что игра предназначена для привлечения молодых людей к выборам и диалогу между правительством и гражданами.
13যাই হোক, এই ঘটনায় জনতার প্রতিক্রিয়া মিশ্র, কেউ কেউ মনে করে যে এটা একটা ভালো উদ্যোগ, অন্যরা মনে করে যে এই খেলা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়।Тем не менее, реакция общественности не однозначна: одни положительно относятся к инициативе, другие же утверждают, что это пустая трата времени.
14যেমন, উদাহরণ হিসেবে বলা যায়, ফেসবুকে একটি মন্তব্যে বলা হয়েছে, “শীঘ্রই আমরা ‘লাইক বা পছন্দ' প্রদান করে রাষ্ট্রপতি নির্বাচন করব”। এদিকে “অন্যরা মনে করে যে” ফেসবুকে সরকারি অনুপ্রবেশের ক্ষেত্রে এটি এক ধাপ অগ্রগতি”।В одном комментарии в Фейсбуке, например, просто говорится, что “скоро мы будем выбирать президента “лайками”, хотя некоторые полагают, что это “шаг на пути проникновения правительтсва в Фейсбук”.
15চিটি “(পাখি), এটি জর্জিয়ার ওনিয়ন নিউজের সমতুল্য, যা তার নিজস্ব বিদ্রুপাত্মক ভাষ্যে এই ঘটনার মূল্যায়ন করছে।Chiti (Птица) [гр], грузинский эквивалент The Onion News, сатирически заметил:
16তিবলিসি, ২১ সেপ্টেম্বর - সংসদে স্পিকার নির্বাচনে ফেসবুকীয় এক উদ্যোগ-“ভার্চুয়াল নির্বাচন” -এর শুধুমাত্র একটি প্রতীকী অর্থই বহন করে না, সংসদীয় এক মানদণ্ডের মাধ্যমে প্রদান করা এক বিবৃতি অনুযায়ী, এই খেলার বিজয়ী ডেভিড বাকরাদজের সাথে একটি দিন কাটাতে পারবে এবং এছাড়াও সে বেতন এবং অবসর ভাতা পাবে।Тбилиси, 21 сентября - Фейсбук-инициатива председателя парламента “Виртуальные Выборы” будет иметь не только символическое значение. Согласно заявлению Аппарата Парламента, победитель игры проведет один день с Давидом Бакрадзе, а также получит зарплату и пенсию.
17এখন পর্যন্ত, ৭৬০ জন ব্যক্তি ভার্চুয়াল নির্বাচন নামক গেমের জন্য নাম নিবন্ধন করেছে এবং এই গেমে বর্তমানে যে ব্যক্তি প্রথম স্থানে রয়েছে সে ৩২৮ টি ভোট পেয়েছে।На данный момент 760 человек принимают участие в виртуальных выборах, и “кандидат”, занимающий первую позицию, набрал пока 328 голосов.
18এই ঘটনার ক্ষেত্রে আরো উল্লেখযোগ্যভাবে বলা যায়, সম্ভবত এই কর্মটি জর্জিয়ান সরকারের ক্রমাগত সামাজিক প্রচার মাধ্যমের ক্ষমতাকে গ্রহণ করার এক প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।Возможно, более важным является то, что этот шаг символизирует собой попытку грузинского правительства использовать силу гражданских медиа.