Sentence alignment for gv-ben-20100206-9208.xml (html) - gv-rus-20100203-1309.xml (html)

#benrus
1কোস্টা রিকা: অনলাইন ভিডিও রাষ্ট্রপতি নির্বাচনে হাস্যরস যোগ করছেКоста Рика: онлайн видео добавляют юмора в президентские выборы
2ছবি থম্বো২ এর ফ্লিকার পাতা থেকে নেওয়া হয়েছে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে।
3এই রোববারে কোস্টা রিকায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে অনেক কোস্টা রিকাবাসী নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থী ও দেশটির ভবিষ্যৎ-এর ব্যাপারে তাদের চিন্তা ব্যক্ত করছে।
4তবে তারা এটি করেছে কৌতুক ও অনুকরণীয় ব্যঙ্গ বা প্যারোডির মাধ্যমে।Фото автора thombo2 с сайта flickr
5প্রথমত, অনলাইনে উঠানো এক ভিডিও আমাদের কাছে রয়েছে, যা প্রকাশ করেছেন এল বাসুরেও। এই ভিডিওতে প্রাচীন সমস্যার সমাধান নতুন এক সৃষ্টিশীল পন্থায় করার প্রস্তাব করা হয়েছে।Президентские выборы в Коста Рике должны состояться в это воскресенье, и многие граждане выражают свою озабоченность будущем страны через видео ролики, в основном пародийные и юмористические.
6সমস্যাটি হচ্ছে কাকে ভোট দিতে হবে তা না জানা। কোস্টা রিকার এবারের নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।Видео, представленное ниже было загружено на блоге El Basureo , где предлагаются инновационные решения старой проблемы, когда люди не знают, за кого голосовать.
7তাদের মধ্য চারজন প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছেন: এরা হলেন ন্যাশনাল লিবারেশন-এর লোরা চিনচিলা, লিবারেশনের অটো গুয়েভারা, সোশালডেমোক্রাটের অটোন সলিস এবং সোশাল ক্রিশ্চিয়ান দলের লুইশ ফিশাম্যান।На этих выборах в Коста Рике зарегистрировано 6 кандидатов, четыре из которых занимают лидирующие позиции: Лаура Чинчилла из Национал-Либеральной партии, либерал Отто Гевара, социал-демократ Оттон Солис и Луи Фишман от социал-христиан.
8এল বাসুরেও এক নতুন যন্ত্রের কথা প্রস্তাব করছেন যা বিভিন্ন প্রার্থীদের চরিত্র একজনের মধ্যে মেশাবে ও তাকে মানানসই করবে এবং এই মিশ্রণের মধ্যে দিয়ে যে নামটি আসবে সেটি জ্বলতে থাকবে এবং কোস্টা রিকার রাজনৈতিক পরিস্থিতিতে মাথা নত করে থাকবে।
9অনলাইন ভিডিও নিজেকে এমন এক উপায় হিসেবে তুলে ধরে যার মাধ্যমে বিভিন্ন তথ্য অন্যদের কাছে পৌঁছানো সম্ভব এবং অডিওভিজুয়াল প্রচারণা অনেক সময় স্বল্প সময় প্রচার করার পর টেলিভিশন থেকে সরিয়ে নেওয়া হয়।El Basureo предлагает новую машину, которая перемешает и противопоставит характеристики кандидатов, и оставшиеся в итоге имена подходят под Костариканскую политическую ситуацию.
10ফিশম্যানের প্রচারণার বিজ্ঞাপনের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে।Онлайн видео является способом распространения информации и аудиовизуальной пропаганды, которая иногда вырезается из телевидения.
11তার এই বিজ্ঞাপনে প্রাপ্তবয়স্ক পোশাকের লোক যেন শিশুর ডায়াপার বা শিশুদের পোশাক পরে নাচছে এবং পিয়ানো বাজাচ্ছে, গর্ভবতী মহিলারা এই বিজ্ঞাপনে রয়েছে এবং তার সাথে এই প্রচারণা তার অতি পরিচিত সুর যা বিজ্ঞাপনের স্লোগানের সাথে বাজছে।Примером этому служит случай с роликом кандидата Фишмана, который изображает взрослых, одетых в подгузники, танцующих и играющих на пианино, беременную женщину и знакомую всем мелодию для слогана кампании “Фишман - малое зло”.
12এই আওয়াজটি হচ্ছে, “ফিশম্যান, অন্যদের চেয়ে কম শয়তান”।Очевидно, что родилось множество пародий, например, следующая.
13এই বিজ্ঞাপন অনুকরণ করে ব্যঙ্গাত্মক কিছু কৌতুক বা প্যারোডির জন্ম হয়েছে, যেমনটা পরের এই ভিডিওটি করেছে।Единственное, что было заменено - это музыка и субтитры, остальная часть ролика осталась в первоначальном виде:
14এর কেবল যে জিনিসটি পরিবর্তিত হয়েছে তা হল এর শ্রবণ যোগ্য অংশ বা অডিও এবং সাবটাইটেল বা উপশিরোনাম, বিজ্ঞাপনের বাকী অংশে কোন রকম পরিবর্তন করা হয় নি: লাইরে.LaErre.tv также выражает свой взгляд на выборы, предлагая Набор кандидата в президенты, который включает в себя все, что необходимо для начала политической карьеры.
15টিভি নির্বাচন উপলক্ষ্যে নিজেদের কিছু জিনিস উপহার দিয়েছে: রাষ্ট্রপতি প্রার্থীর বিভিন্ন জিনিস বহনকারী ঝোলা। রাজনৈতিক পেশা আরম্ভ করার জন্য যা যা দরকার তার সব কিছু এই ঝোলার মধ্যে রয়েছে।И начальной строкой идет следующее: Если вы устали от обещаний политиков, вас сажают в тюрьму за кражу, почему бы вам тогда не стать кандидатом в президенты, избавив тем самым себя от проблем?
16এর শুরুতে লেখা রয়েছে: যখন আপনি অন্য রাজনীতিবিদের প্রতিশ্রুতি নিয়ে কাজ শুরু করবেন এবং যখন চুরির দায়ে জেলে যাবেন, তখন কেন নিজেকে একজন প্রার্থী হিসেবে ঘোষণা দেবেন না ও নিজের সমস্যার সমাধান করবেন না?
17এই কাজের জন্য যে ধরনের দক্ষতা প্রয়োজন এটি তার ব্যাখ্যা দেয়, কৌশলগত যে সমস্ত শব্দ এবং আত্মবিশ্বাস প্রয়োজন তা আপনার কাছে চলে আসবে, একবার যদি আপনি সেই জিনিসে ভর্তি ঝোলা নিয়ে নেন এবং সেই মোতাবেক কাজ করেন।
18এলচামুকসোর এক ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওটিতে অটোন সলিসকে নিয়ে মজা করা হয়েছে।Продолжается это объяснением необходимых навыков, нужными модными словечками и преимуществами, которые вы будете иметь, приобретя этот набор и следуя инструкции.
19যিনি তার প্রচারণা সময় প্রচারণা বন্ধ করেন এবং তার টিভি বিজ্ঞাপন চালিয়ে যাবার জন্য অর্থ সাহায্যে চাইতে শুরু করেন। কারণ প্রচারণা চালানোর জন্য তার কাছে আর টাকা ছিল না।Elchamukocr размещает видео, высмеивающее Оттона Солиса, который был вынужден прервать свою кампанию и просить пожертвований на ее продолжение, так как его собственные средства закончилась.
20এই ভিডিওতে অটোন অর্থ প্রাপ্তির জন্য টেলিঅটোন নামক এক অনুষ্ঠানের আয়োজন করেছে:На видео Оттон организует поездку Телеоттон, чтобы собрать деньги: