Sentence alignment for gv-ben-20151007-50527.xml (html) - gv-rus-20151005-43148.xml (html)

#benrus
1উন্মুক্ত চিঠিঃ ফেসবুককে তাদের অকার্যকর “আসল পরিচয়” নীতি পরিবর্তন করতে হবেОткрытое письмо: Facebook должна изменить доказавшую свою непригодность политику «настоящего имени»
2ডানা লোন হিল, পৃথা জিপি এবং স্যান্ডস ফিশ, এদের ফেসবুক একাউন্ট ব্লক করা হয়েছিল “আসল নাম” নীতির কারণে। ছবি টুইটার ও ফেসবুক থেকে।Аккаунты Даны Лоун Хилл, Пртихи ГП и Sands Fish на Facebook были заблокированы по политике «подлинного имени».
3নিচের এই চিঠি “নামহীন মোর্চা'র” নামে প্রকাশ করা হয়েছে।Фото из Twitter и Facebook.
4এটি (গ্লোবাল ভয়সেস সহ) অ্যাক্টিভিস্ট ও এনজিও দের একটি বিশ্বব্যাপী সংগঠন যারা ফেসবুকের “আসল পরিচয়” (সাধারণভাবে “আসল নাম”) নীতির ফলে ক্ষতিগ্রস্তদের পক্ষে কথা বলছে।Следующее письмо было создано «Безымянной коалицией», группой НПО (включая Clobal Voices), представляющей людей, пострадавших в результате применяемой Facebook политики «подлинных имён» (также «реальных имён»).
5যারা এই উদ্যোগকে সমর্থন করেন আমরা তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনুগ্রহ করে ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের অ্যাকশন সেন্টার এর পিটিশন এ সই করার জন্যে।Мы приглашаем любого, кто желает поддержать наши усилия, подписать петицию на сайте Electronic Frontier Foundation Action Center, одного из партнёров инициативы.
6প্রিয় ফেসবুক,Уважаемые представители компании Facebook,
7আমরা ফেসবুকের কাছে লিখছি তাদের “আসল পরিচয়” (সাধারণভাবে “আসল নাম”) নীতি পরিবর্তন করার অনুরোধ করে।Этим письмом мы хотим призвать Facebook реформировать свою политику «подлинного имени» (также «настоящего имени»).
8ফেসবুকের সময় হয়েছে যারা ফেসবুক ব্যবহার করে অনলাইনে মুক্তচিন্তা ও ভাবপ্রকাশ করছে, তাদের সুরক্ষা দেয়া এবং সমঅধিকার নিশ্চিত করার।Пришло время, когда Facebook должна предоставить равное обращение и защиту для всех тех, кто пользуется этой социальной сетью и зависит от неё как от центральной платформы для самовыражения и коммуникации в интернете.
9আমরা বিভিন্ন সংগঠন ও সক্রিয় কর্মীরা, যারা নারীদের অধিকার, আদিবাসী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়, সমকামী সম্প্রদায় এবং সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের অধিকার নিয়ে কথা বলি ও কাজ করি, তারা দেখেছি যে ফেসবুকের “আসল নাম” নীতি সংস্কৃতিগতভাবে পক্ষপাতিত্বমূলক এবং প্রযুক্তিগতভাবে ত্রুটিযুক্ত।Мы коалиция людей и организаций, работающих над защитой прав женщин, коренных народов, этнических меньшинств, сообщества ЛГБТК и интернет-пользователей, которые считают, что политика Facebook в области имён культурно необъективна и обладает большим количеством технических недостатков.
10আমরা এইসকল ব্যক্তিদের প্রতিনিধিত্ব করিঃМы представляем:
11যদিও ফেসবুক অনেকবার এইসব নীতিমালা বদলাবার কথা বলেছে, ফেসবুক এমন একটি পদ্ধতি বজায় রেখেছে যা পশ্চিমা দেশগুলোর বাইরের দেশগুলোর সংস্কৃতি ও বিদ্যমান পরিস্থিতিকে আমলে নেয় না। ফলে ব্যবহারকারীরা হুমকির মুখে পরছে, তাদের আসল পরিচয় ব্যবহার করতে পারছে না এবং যার ফলে বাক স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে।Несмотря на обещания реформировать эту политику [анг], Facebook сохраняет систему, которая игнорирует возможные обстоятельства для пользователей в странах с малым уровнем проникновения интернета и плохим соединением, подвергает пользователей опасности, неуважительно относится к их идентичности и ограничивает свободу слова.
12ফেসবুক অপব্যবহার রিপোর্ট অরক্ষিত ব্যবহারকারীদের চুপ করিয়ে দেয়По действующим правилам Facebook пользователи должны создавать профили, используя имена, которыми они пользуются «в жизни».
13ফেসবুকের বর্তমান নীতিমালা অনুযায়ী ব্যবহারকারীরা প্রোফাইল তৈরি করে সেই নাম দিয়ে যা তারা তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে ।
14যখন একজন ব্যবহারকারী প্রথম একটি প্রোফাইল তৈরি করে, ফেসবুক তাদের কাছে কোন পরিচয়ের প্রমাণ চায় না।Когда пользователь впервые создаёт профиль, Facebook не требует предоставления удостоверения личности.
15যে কোন ব্যবহারকারী অন্য ব্যবহারকারী সম্পর্কে ফেসবুকে অভিযোগ করতে পারে এই বলে যে সে ফেসবুকের এই নীতি মানে নি এবং এজন্যে তাকে কোন প্রমাণ নির্দেশ করতে হয়না।Любой пользователь может легко отправить сообщение в Facebook о том, что другой пользователь нарушает эти правила, причём приводить доказательства в поддержку своих заявлений не требуется.
16যে কোন ব্যবহারকারী তার ইচ্ছামত, দ্রুত, একাধিক জনের বিরুদ্ধে অভিযোগ করতে পারে - ফলে সহজেই কোন এক ব্যবহারকারীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক অভিযোগ করা সম্ভব হয়।Любой пользователь может отправить столько сообщений, сколько пожелает, так быстро, как пожелает, что позволяет проводить нацеленные кампании такого рода.
17এই সুবিধা বা অসুবিধা এই আসল নাম নীতির অপব্যবহার বাড়িয়ে দিয়েছে - বিশেষ করে যারা কোন নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষতি করতে চায় তাদের জন্যে।Это приводило к недобросовестному использованию данной политики и даёт в руки людям, желающим причинить вред таким сообществам, как наши, опасный и эффективный инструмент.
18একটি এমন রিপোর্ট একজন ব্যবহারকারীকে চুপ করিয়ে দিতে পারে অনির্দিষ্টকালের জন্যে।Одно сообщение о нарушении может заткнуть пользователю рот на неопределённое время.
19বিশ্বের বিভিন্ন সমকামী গোষ্ঠী (বিশেষ করে দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের) যারা ফেসবুক ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগের জন্যে, তারা অভিযোগ করে আসছে যে ফেসবুকের এই অপব্যবহার রিপোর্ট সুবিধাকে বিশেষ গোষ্ঠীরা ব্যবহার করছে তাদের ফেসবুক একাউন্ট বন্ধ করে তাদের চুপ করে দেবার জন্যে।Пользователи Facebook из всемирного сообщества ЛГБТК [анг], Южной и Юго-Восточной Азии и с Ближнего Востока [анг] сообщают, что определённые группы намеренно организовывались (иногда даже координируя действия через Facebook) с намерением заставить цели замолчать при помощи кнопки «Пожаловаться» [анг].
20আসল জীবনের নাম কোন পরিচয়পত্র নয় ফেসবুকের অপব্যবহার রিপোর্ট (সত্যি বা মিথ্যা হোক) করার পর ব্যবহারকারীকে একটি পরিচয়পত্র দেখাতে হয় ফেসবুকের একাউন্ট চালু রাখতে।В случае, если о них было сообщено как о нарушителях (вне зависимости от правдивости жалобы), желающие сохранить свой аккаунт пользователи должны подать в компанию удостоверение личности.
21ফেসবুক বলছে যে প্রোফাইল নাম তাদের সত্যিকারের নামের সাথে মিলতে নাও পারে এবং জানিয়েছে যে সরকারি পরিচয়পত্র দেখানোর দরকার নেই।Facebook признаёт, что имена в профилях могут не совпадать с юридическими именами, и неоднократно подчёркивает необязательность предоставления государственных удостоверений личности.
22তবে অনেক ক্ষেত্রেই ফেসবুক যে ধরনের পরিচয়পত্র চায় তাতে তাদের সরকারি নাম ছাড়া ডাকনাম বা অন্য কোন জনপ্রিয়, বা বহুল ব্যবহৃত নাম থাকে না। বিশেষ করে উভলিঙ্গ বা হিজড়ারা যারা তাদের নাম বদলে বিপদ এড়াতে চায় তারা সমস্যায় পড়ে যায়।И всё же, типы удостоверений личности, которые запрашивает Facebook в процессе после получения «жалобы», выпущенные ли правительством или частной организацией, не обязательно отражают прозвище пользователя или имя, используемое им «в жизни» - особенно это касается трансгендеров и других людей, изменяющих свои имена в целях самозащиты.
23অনেক বেসরকারি সংস্থার (যেমন লাইব্রেরি বা সঙ্ঘ) দেয়া পরিচয়পত্রেও সাধারণত সরকারি নামটাই উল্লেখিত থাকে।Удостоверение личности от частной организации также часто связывается с юридическим именем и правительственным идентификационным номером человека.
24এই পদ্ধতি সেইসব ব্যবহারকারীকে বিপদের মুখে ফেলে যারা তাদের আসল নাম ব্যবহার করেনা ব্যক্তিগত বা নিরাপত্তাগত কারণে।Этот процесс может подвергнуть реальной опасности пользователей, которые используют отличное от юридического имя в целях безопасности или сохранения конфиденциальности.
25কিছু কিছু ক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীদের আসল নামে (রিপোর্টিং এর পর সরকারি পরিচয় পত্র চাইবার পরে) ফিরে যেতে বাধ্য করেছে।В некоторых случаях Facebook восстанавливала аккаунты, используя юридические имена пользователей, подавших государственные удостоверения личности в соответствии с политикой Facebook.
26ফলে তাদের আসল পরিচয় প্রকাশিত হয়ে যাওয়ায় তারা আসল জীবনে ব্যক্তিগত ও রাজনৈতিক সহিংসতা বা হুমকির কবলে পরেছে।Это сделало их жертвами оскорблений бывших партнёров, политически мотивированных нападений и угроз реальным насилием.
27ফেসবুকের আসল নাম নীতির জোরপূর্বক প্রয়োগ ব্যবহারকারীদের জন্যে কোন উপায় রাখে নাFacebook знает о недостатках апелляционной системы службы многие годы, но так и не приняла попыток исправить их [анг].
28কয়েক বছর ধরে ফেসবুক তাদের সেবায় এই অসঙ্গতির ব্যপারটি জানতো, কিন্তু এ ব্যপারে কিছু করেনি।Без ресурса остаются те, у кого нет удостоверения личности принимаемого в Facebook типа.
29যেসব ব্যবহারকারীর ফেসবুকের আকাঙ্ক্ষিত পরিচয়পত্র নেই তারা অনেক ক্ষেত্রেই একাউন্ট বন্ধ করা রুখতে পারে না। নোটিস পাবার দশ দিনের মধ্যে পরিচয়পত্র জমা দিতে হয় ফেসবুকে - কিন্তু যেসব দেশে ইন্টারনেট পরিকাঠামোর স্বল্পতা আছে ও যাদের দৈনিক ইন্টারনেট ব্যবহার করার সামর্থ্য নেই তারা পরে ঝামেলায়।Удостоверения личности должны быть предоставлены в Facebook в течение десяти дней после получения уведомления, что ставит в невыгодное положение пользователей, у которых нет ежедневного доступа к интернету; многие из них живут в странах с малым уровнем проникновения интернета и плохим соединением.
30সময়মত পরিচয়পত্র জমা না দেবার কারণে তাদের ফেসবুক একাউন্ট বন্ধ হয়ে যায় - সঠিক সময়ে তারা তাদের একাউন্টের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ডাউনলোড করে রাখতে পারে না এবং তাদের পরিচিতদের জানাতে পারেনা।Те, кто не подали удостоверение личности за установленный период, теряют доступ к аккаунту и не могут связаться с другими пользователи и скачать данные аккаунта для использования в иных местах.
31একবার একাউন্ট বন্ধ হয়ে গেলে পুনরায় প্রবেশাধিকার পাবার জন্যে আবেদন বা আপীল করার উপায় নেই।
32পরিচয়পত্র জমার নীতি ব্যবহারকারীর তথ্যকে নিরাপত্তাহীনতায় ফেলেИсключённые пользователи не имеют права на возобновление доступа к аккаунту.
33যারা ফেসবুকে তাদের সিংবেদনশিল পরিচয় সংক্রান্ত তথ্য জমা দেয় তাদের বলা হয় যে তাদের তথ্য নিরাপদে থাকবে। কিন্তু ফেসবুক এই তথ্যগুলো কোথায় রাখে বা কিভাবে ব্যবহার করে সে সংক্রান্ত কোন তথ্য দেয় না।Пользователям, которые решают послать в Facebook идентификационную информацию, говорят, что их информация находится в безопасности, однако они ничего не знают о том, как Facebook обращается с их данными.
34অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীরা এনক্রিপশনবিহীন ইমেইলে তথ্য পাঠায় ফেসবুকে - ফলে তারা রাজনৈতিক বা অন্যয়ও কোন কারণে নজরদারিতে থাকলে এইসব তথ্য অনাকাঙ্খিত লোকের কাছে চলে যেতে পারে। এই নীতি আইনগত প্রশ্ন জাগায়Пользователи часто посылают свои документы в Facebook незашифрованными электронными письмами - это вызывает особое беспокойство в случае пользователей, находящихся под наблюдением из-за своей политической деятельности.
35আন্তর্জাতিক মানবাধিকার মান অনুযায়ী ফেসবুকের মত কোম্পানিদের দায়িত্ব রয়েছে মানবাধিকারের দিকটা খেয়াল রাখা এবং তাদের সেবার জন্যে বিশেষ কোন গোষ্ঠীকে নিরাপত্তা ঝুঁকিতে না ফেলা।По международным правовым стандартам компании несут ответственность по соблюдению прав человека и устранению последствий нарушений, которые были оказаны ими или которым они способствовали.
36এইরকম বৈষম্যতাযুক্ত নীতি ইউরোপিয়ান ইউনিয়নের নীতিমালা এবং আমেরিকার নাগরিক অধিকার আইনের পরিপন্থী।Политика исключения пользователей дискриминационным образом также нарушает постановления Европейского союза [анг] и противоречит духу законов США о гражданских правах.
37ফেসবুক যদি তাদের এই নীতি ন্যায় রাখে তাহলে অচিরেই এর বদনাম হবে নারী ও কিশোরীদের, সমকামীদের এবং অন্যান্য সংখ্যালঘুদের জন্যে এক ভয়ঙ্কর জায়গা হিসেবে।Если Facebook сохранит подобные политику и практики, то приобретёт репутацию места, опасного для женщин и девушек, представителей сообщества ЛГБТК и многих других.
38এটি সেইসমস্ত দেশ, যেখানে ইন্টারনেট ও তথ্য কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হয়, সেখানকার ব্যবহারকারীদের আরও সমস্যায় ফেলতে থাকবে।Facebook также продолжит идти вразрез со странами, имеющими более строгие требования к защите данных.
39ফেসবুক যদি তার বর্তমান ও ভবিষ্যৎ ব্যবহারকারীদের দিকে তাকিয়ে ভাল কিছু করতে চায় তাহলে গ্রাহকদের এই সব অসুবিধার দিকে নজর দিতে হবে। নীতি পরিবর্তনের প্রস্তাবЕсли компания желает справедливо относиться к своим нынешним и будущим пользователям, особенно из стран с малым уровнем проникновения интернета и плохим соединением, она должна стремиться к удовлетворению нужд этих пользователей.
40আমরা সমষ্টিগতভাবে ফেসবুককে অনুরোধ করছি তাদের ব্যবহারকারীদের মর্যাদা, নিরাপত্তা, এবং পূর্ণ অধিকার নিশ্চিত করতে - যার জন্যে তাদের নীতি ও পদ্ধতিতে নিচের পরিবর্তনগুলো আনা দরকারঃКак коалиция верим, что Facebook должна избавиться от политики реальных имён в целом. Но сейчас мы требуем от Facebook выполнить своё обещание поддержать достоинство, безопасность и права на самовыражение всех пользователей, внеся следующие изменения в существующую политику и процесс:
41আমরা ফেসবুকের সাথে একত্রে কাজ করতে চাই যাতে এর আসল নাম নীতির কার্যকরী ও দরকারি পরিবর্তন সাধিত হয়। ফেসবুক ব্যবহারকারীদের বাক স্বাধীনতা ও অধিকার রক্ষায় আমরা আশা করব ফেসবুক আমাদের সুযোগ দেবে তাদের এ ক্ষেত্রে সহায়তা করার।Мы с нетерпением ждём сотрудничества с Facebook над разработкой конкретных и имеющих смысл изменений в её политике относительно имён и будем рады возможности участвовать в улучшении этой политики для обеспечения прав и свободы слова для всех пользователей Facebook.
42আমরা সেই সব গোষ্ঠীর ও প্রতিনিধিত্ব করি যাদের একে অপরের সাথে যোগাযোগের সুযোগ কমে যায় বিদ্যমান নীতিগুলোর কারণে।Но мы также работаем с сообществами, чья возможность общаться друг с другом была подкошена этой политикой.
43তাই আমরা চাচ্ছি যে ফেসবুক যেন এইসব প্রস্তাবিত পরিবর্তন সম্পর্কে তাদের মতামত দেয় আগামী অক্টোবর ৩১ তারিখের মধ্যে।Вот почему мы просим Facebook ответить на предлагаемые изменения до 31 октября.
44আমরা ইতিমধ্যে জানি যে বিদ্যমান নীতিগুলো কিছু ব্যবহারকারীর জন্যে ক্ষতির কারণ এবং যতক্ষণ না পর্যন্ত এর পরিবর্তন হচ্ছে আমরা এ নিয়ে কথা বলে যাব।Наши сообщества признают общий вред, который в настоящее время наносит эта политика, и мы не прекратим отстаивать свою позицию, пока в неё не будут внесены значительные изменения.
45স্বাক্ষরিত,Подписали:
46Access American Civil Liberties Union ACLU of California APC Article 19 Asociacion por los Derechos Civiles, Argentina Associated Whistle-Blowing Press Association for Progressive Communications Association Okvir, Bosnia and Herzegovina Bolo Bhi, Pakistan Bytes for All, Pakistan Canadian Internet Policy & Public Interest Clinic (CIPPIC) Center for Media Justice, US Civil & Liberal Initiative for Peace, Afghanistan Color of Change, US Demand Progress, US Digital Rights Foundation, Pakistan Electronic Frontier Foundation Engage Media, Asia-Pacific FeminismInIndia.com, India ForabetterFB Campaign Free Women Writers, Afghanistan Freedom of the Press Foundation Fundacion Karisma, Colombia GSA Network Hiperderecho de Perú Hivos, IGmena (Middle East) Human Rights Watch Hyderabad for Feminism, India InMedia Hong Kong Instituto Bem Estar Brasil Instituto DEMOS, Guatemala Instituto Panameño de Derecho y Nuevas Tecnologías International Modern Media Institute Internet Democracy Project, Anja Kovacs and Nayantara Ranganathan, India IP Justice, US Library Freedom Project, US Media Matters for Democracy, Pakistan Metamorphosis, Foundation for Internet and Society, Macedonia Misneach Nua Eabhrac, US New Media Rights One World Platform Foundation (Bosnia Herzegovina) OpenMedia, Canada Osama Manzar for the Digital Empowerment Foundation, India Point of View, Bishakha Datta and Smita Vanniyar, India Privacy & Access Council of Canada R3D, Mexico Si Jeunesse Savait, Democratic Republic of Congo Software Freedom Law Center, US SonTusDatos Sunil Abraham, Computer Society of India Technology For the People, India TEDIC Transgender Law Center, US Urgent Action Fund WITNESS, US Women from the Internet, Serbia Women, Action, & the Media Women's Media Center Speech Project Youth, Technology, and Health Ženskaposla.ba, feminist portal Bosnia Herzegovina
47Access (অ্যাকসেস) American Civil Liberties Union (আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন) ACLU of California (ক্যালিফোরনিয়ার এসিএলইউ) APC (এপিসি) Article 19 (আর্টিকেল ১৯) Asociacion por los Derechos Civiles, Argentina (আর্জেন্টিনার নাগরিক অধিকার ইউনিয়ন) Associated Whistle-Blowing Press (অ্যাসোসিয়েটেড হুইসেল ব্লোইং প্রেস) Association for Progressive Communications (অ্যাসোসিয়েশন ফর প্রগ্রেসিভ কমিউনিকেশনস) Association Okvir, Bosnia and Herzegovina (অ্যাসোসিয়েশন অকভির, বসনিয়া এবং হেরজেগোভিনা) Bolo Bhi, Pakistan (বোলো ভি, পাকিস্তান) Bytes for All, Pakistan (বাইটস ফর অল, পাকিস্তান) Canadian Internet Policy & Public Interest Clinic (কানাডিয়ান ইন্টারনেট পলিসি এন্ড পাবলিক ইন্টারেস্ট ক্লিনিক) Center for Media Justice, US (সেন্টার ফর মিডিয়া জাস্টিস, আমেরিকা) Civil & Liberal Initiative for Peace, Afghanistan (সিভিল এন্ড লিবারেল ইনিশিয়েটিভ ফর পিস, আফগানিস্তান) Color of Change, US (কালার অফ চেঞ্জ, আমেরিকা) Demand Progress, US (ডিমান্ড প্রগ্রেস, আমেরিকা) Digital Rights Foundation, Pakistan (ডিজিটাল রাইটস ফাউন্ডেশন, পাকিস্তান) Electronic Frontier Foundation (ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন) Engage Media, Asia-Pacific (এঙ্গেজ মিডিয়া, এশিয়া-প্যসিফিক) FeminismInIndia.com, India (ফেমিনিজম ইন ইন্ডিয়া ডট কম ) ForabetterFB Campaign (ফর এ বেটার ফেসবুক ক্যাম্পেইন) Free Women Writers, Afghanistan (ফ্রি উওমান রাইটার্স, আফগানিস্তান) Freedom of the Press Foundation (ফ্রিডম অফ দা প্রেস ফাউন্ডেশন) Fundacion Karisma, Colombia (ফুন্দাসিওন কারিশমা , কলম্বিয়া) Global Voices Advox (গ্লোবাল ভয়সেস অ্যাডভক্স) GSA Network (জি এস এ নেটওয়ার্ক) Hiperderecho de Perú ( হিপারদেরেচো দো পেরু) Hivos, IGmena - Middle East (হিভোস, মধ্যপ্রাচ্য) Human Rights Watch (হিউম্যান রাইটস ওয়াচ) Hyderabad for Feminism, India (হায়দ্রাবাদ ফর ফেমিনিজম) InMedia Hong Kong (ইনমিডিয়া, হংকং) Instituto Bem Estar Brasil (ইন্সটিটিউটো বেম এস্টার, ব্রাজিল) Instituto DEMOS, Guatemala (ইন্সটিটিউটো দেমস, গুয়াতেমালা) Instituto Panameño de Derecho y Nuevas Tecnologías (ইন্সটিটিউটো পানামেনো) International Modern Media Institute (ইন্টারন্যাশনাল মডার্ন মিডিয়া ইন্সটিটিউট) Internet Democracy Project, Anja Kovacs and Nayantara Ranganathan, India (ইন্টারনেট ডেমোক্রেসি প্রোজেক্ট, ভারত) IP Justice, US (আইপি জাস্টিস, আমেরিকা) Library Freedom Project, US (লাইব্রেরি ফ্রিডম প্রোজেক্ট) Media Matters for Democracy, Pakistan (মিডিয়া ম্যাটারস ফর ডেমোক্রেসি) Metamorphosis, Foundation for Internet and Society, Macedonia (মেটামরফোসিস, ফাউন্ডেশন ফর ইন্টারনেট এন্ড সোসাইটি) Misneach Nua Eabhrac, US (মিস্নিচ নুয়া ইভ্রাক, আমেরিকা) New Media Rights (নিউ মিডিয়া রাইটস) One World Platform Foundation (Bosnia Herzegovina) (ওয়ান ওয়ার্ল্ড প্লাটফরম ফাউন্ডেশন, বসনিয়া) OpenMedia, Canada (ওপেন মিডিয়া কানাডা) Osama Manzar for the Digital Empowerment Foundation, India (ডিজিটাল এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন, ভারত) Point of View, Bishakha Datta and Smita Vanniyar, India (পয়েন্ট অফ ভিউ, ভারত) Privacy & Access Council of Canada (প্রাইভেসি এনড অ্যাক্সেস কাউন্সিল অফ কানাডা) R3D, Mexico (আর থ্রি ডি, মেক্সিকো) Si Jeunesse Savait, Democratic Republic of Congo (সি জোন্যাসে সাভায়, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো) Software Freedom Law Center, US (সফটওয়ার ফ্রিডম ল সেন্টার, আমেরিকা) SonTusDatos (সন্তুসডাটোস) Sunil Abraham, Computer Society of India (কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া) Technology For the People, India (টেকনোলজি ফর দা পিউপল, ভারত) TEDIC (টিইডিআইসি) Transgender Law Center, US (ট্রান্সজেন্ডার ল সেন্টার) Urgent Action Fund (আর্জেন্ট অ্যাকশন ফাণ্ড) WITNESS, US (উইটনেস, আমেরিকা) Women from the Internet, Serbia (উওমেন ফ্রম দা ইন্টারনেট, সার্বিয়া) Women, Action, & the Media (উওমেন, অ্যাকশন এন্ড দা মিডিয়া) Women's Media Center Speech Project (উওমেন'স মিডিয়া সেন্টার স্পিচ প্রজেক্ট) Youth, Technology, and Health (ইয়ুথ, টেকনোলজি এন্ড হেলথ) Ženskaposla.ba, feminist portal Bosnia Herzegovina (ফেমিনিস্ট পোর্টাল বসনিয়া)