Sentence alignment for gv-ben-20130905-38708.xml (html) - gv-rus-20130909-25242.xml (html)

#benrus
1ছবিঃ ফিলিপাইনের সেবুতে তেল বিস্ফোরণ দূর্যোগФОТО: Утечка нефти разорила тысячи рыбаков в Себу, Филиппины Скорлупу кокосовых орехов используют, чтобы удалить нефть.
2দুই সপ্তাহ আগে ফিলিপাইনের সেবু প্রদেশের উপকূলে একটি কার্গো জাহাজের সাথে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী জাহাজ ডুবে গেলে তাতে ৯০ জনেরও বেশি লোক মারা যায়।Фото с Facebook Lizzy Oi Две недели назад более 90 человек погибли, когда пассажирский корабль затонул недалеко от побережья провинции Себу после столкновения [анг] с грузовым кораблем.
3কিন্তু সেই সংঘর্ষের প্রভাব আজও অনুভব করা যাচ্ছে। কেননা ডুবে যাওয়া জাহাজ থেকে নিঃসৃত ১ লক্ষ ২০ হাজার লিটার তেল তালিসায়, কোরদোভা এবং লাপু-লাপুর উপকূলবর্তী শহরের তীর ঘেষে বিস্ফোরিত হচ্ছে।Однако эффект столкновения чувствуется даже сегодня после того, как 120 000 литров нефти с затонувшего корабля вылились [анг] в прибрежные воды близлежащих городов Талисэй, Кордова и Лапу-Лапу.
4৩ শত হেক্টরেরও বেশি পরিমান ম্যানগ্রোভ বনের উপর প্রভাব ফেলা ছাড়াও এই তেল বিস্ফোরণের কারনে ৩ হাজারেও বেশি জেলে এ অঞ্চল থেকে চলে গেছে। এই এলাকার পর্যটন ব্যবসাও কমিয়ে দিতে এটা হুমকিতে পরিনত হয়েছে।Помимо воздействия на более чем 300 гектаров мангровых деревьев утечка нефти также разорила более 3000 рыбаков [анг] и поставила под угрозу туризм в этих местах.
5লিজিওই করদোভার একটি জেলে গ্রামে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি যা দেখে এসেছেন তা তুলে ধরেছেনঃЛиззи Ой посетила [анг] рыбацкую деревню в Кордове и поделилась [анг] тем, что увидела :
6পৌরসভাটির কয়েক হাজার জেলের জীবিকা নির্বাহের পথ তেল বিস্ফোরনের কারনে বন্ধ হয়ে যাওয়ার পর করদোভা শহরের আজকের চিত্র এটি।Так выглядит Кордова сегодня, после того как утечка нефти уничтожила средства к существованию тысяч рыбаков в городе.
7এই শহরের শতকরা ৮০ ভাগ লোক মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। মানব-সৃষ্ট এই ধ্বংসাত্মক হৃদয় বিদারক ঘটনায় সবকিছু শেষ হয়ে যাওয়ার পর তাঁরা এটা জেনে আরো আশাহত হয়েছে যে, এই সমস্যার প্রভাব কয়েক মাস পর্যন্ত এবং এমনকি কয়েক বছর পর্যন্ত রয়ে যাবে।80% его населения зависит главным образом от улова рыбы, чтобы удовлетворить свои дневные потребности, и сейчас, когда все уничтожено этой разрушительной трагедией, они потеряли надежду, прекрасно осознавая, что эта проблема останется на протяжении многих месяцев или даже лет.
8করডোভা, সেবু।Кордова, Себу.
9ছবিঃ লিজি'র ফেসবুক থেকেФото с Facebook Lizzy Oi
10তেল পরিষ্কার করতে নারিকেলের খোসার ব্যবহার।Нефть разлилась до самых пляжей Мактана.
11ছবিঃ লিজি'র ফেসবুক পাতা থেকেФото @shai_ong
12তেল বিস্ফোরণ ম্যাকটান সৈকতকেও আক্রান্ত করেছে।meylou также посочувствовала [анг] пострадавшим жителям:
13ছবিঃ @শাই_অংЭто действительно ужасно.
14ক্ষতিগ্রস্ত অধিবাসীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন মেয়লোঃМои соболезнования семьям погибших.
15এটি সত্যিই খুব হৃদয় বিদারক। আমি সেসব পরিবারকে সমবেদনা জানাই, যারা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন।Мне жаль пострадавшие районы, рыбаков, которые не могут пойти рыбачить, погибшие заросли мангровых деревьев.
16যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেসব জেলে যারা মাছ ধরতে যেতে পারছেন না তাঁদের জন্যও থাকলো সমবেদনা।Пройдут годы, прежде чем эти заросли восстановятся, но расчистка нефти должна быть сделана на совесть, иначе мангровые деревья погибнут навсегда :-(.
17ম্যানগ্রোভ বনটি মৃতপ্রায়।Спасибо всем волонтерам
18ম্যানগ্রোভটি সেরে উঠতে কয়েক বছর লেগে যাবে। কিন্তু এটি দ্রুত পরিষ্কার করা প্রয়োজন।Катастрофа произошла как раз во время “фруктового” сезона мангровых деревьев:
19নতুবা ম্যানগ্রোভটি নষ্ট হয়ে যাবে:L সকল স্বেচ্ছাসেবককে অনেক ধন্যবাদ।Утечка нефти произошла в пик плодоношения мангровых деревьев
20ম্যানগ্রোভের “ফল ধরা” মৌসুমের সময়ে দূর্যোগটি আঘাত হেনেছেঃОперации по расчистке нефти были немедленно предприняты местными жителями.
21সাদাবাঃ ম্যানগ্রোভের ফল ধরার ভরা মৌসুমে #সেবু তে #তেল বিস্ফোরণ ঘটে গেল। @স্যানটিনকডিএনТишиана Манн подметила изобретательные способы очищения [анг] воды от нефти:
22অধিবাসীরা সাথে সাথেই তেল পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে। তিশিয়ানা মান পানি থেকে তেল সরানোর কিছু উপায়ের কথা জানিয়েছেনঃМногие придумали интересные способы предотвращения разлива нефти: например, местные парикмахерские присылают человеческие волосы, фирмы, занимающиеся кокосами, присылают груды кокосовой скорлупы, которые действуют как абсорбенты.
23তেল বিস্ফোরণ প্রতিরোধে সাহায্য করতে অনেকেই মজার মজার উপায় আবিষ্কার করেছেনঃ উদাহরণ স্বরূপ, তাল শোষক হিসেবে কাজ করতে স্থানীয় সেলুনগুলো মানুষের চুল পাঠিয়েছে এবং নারিকেল বন্টন কেন্দ্রগুলোর মালিকেরা একগাদা নারিকেলের খোসা পাঠিয়েছে।
24এমনকি তাঁরা তেল শুষে নিতে কাঠের গুড়া ব্যবহারের চিন্তাও করেছেন। কিন্তু তেল শুষে নেওয়ার জন্য আপনি যখন এগুলো পানিতে ফেলবেন, তখন বাতাস এসে এগুলোকে উড়িয়ে নিয়ে যাবে।Подумывали даже об использовании опилок, впитывающих нефть, но если они попадут в воду, ветер просто унесет их в море.
25পরিষ্কারকরণ কাজকে সাহায্য করতে চুল দান করা এবং বিনামূল্যে চুল কাঁটা শুরু করা হয়েছে।Пожертвования волос и бесплатные стрижки [анг] устраивались, чтобы помочь расчистке.
26সচেতন নাগরিকেরা মুরগীর পাখনাও জোগাড় করেছে।Обеспокоенные горожане также собирали птичьи перья [анг].
27অন্য একটি প্রাসঙ্গিক খবরে… গত সপ্তাহান্তে সেবুতে তেল বিস্ফোরণে আমার চুল দান করতে চুল কাটতে চেয়েছি।Кстати говоря… хотела сделать стрижку, чтобы пожертвовать волосы Себу на прошлых выходных.
28আমাকে “বু” শব্দ কর।Поддержите меня.
29এখন এটি প্ররোচক।Сейчас это очень кстати.
30সাধারন মানুষ এবং মুদির দোকানগুলোকেও #তেলবিস্ফোরণ রোধে চুলের গোছার মাথায় ব্যবহারের জন্য মোজা দান করতে উৎসাহিত করা হয়েছে।
31#অয়েলস্পিল @অরিজিনালজেজিএ মাধ্যমে #কেবুУнивермаги тоже поощряют пожертвования волос
32#সেবুসিমিশাপ সেবু সিটি হল লবিতে দাম ছাড়া চুল কাঁটা হচ্ছে।Бесплатная стрижка в Cebu City Hall.
33তেল বিস্ফোরণে বাঁধ হিসেবে মানুষের চুল ব্যবহার করা হবে।Человеческие волосы используют как абсорбенты после утечки нефти.
34সেবু শহরের ভিএম লাবেলা বলেছেন, #তেলবিস্ফোরণ কমিয়ে করতে সেবু শহরে তেল শোসক (মানুষের চুল, মুরগীর পাখনা) সংগ্রহ করতে থাকবে।Cebu City VM Labella сказала, что город будет собирать абсорбенты, чтобы предотвратить дальнейший разлив нефти
35কিন্তু একজন বিজ্ঞানী চুল ব্যবহারে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন।Но ученые предупредили [анг], что использование волос может усугубить ситуацию.
36ক্রিস্টিনা গারসিয়া ফ্রাসকো বিশ্বাস করেন, একটি কঠিনতর সমুদ্র-সম্বন্ধীয় নিয়ম-নীতি প্রয়োজনঃКристина Гарсия Фраско уверена, что строгая морская регуляция [анг] необходима:
37সমুদ্রে দূর্যোগের কারনে প্রান হারানোর বিষয়টি বেশ দ্বিধা-গ্রস্ত।Потеря жизней из-за катастроф в море ошеломляет.
38সামুদ্রিক পরিবেশের ক্ষতিটা অত্যন্ত সুদূর-প্রসারী।Вред, нанесенный морской окружающей среде, огромен.
39এমনকি আরো বিরক্তিকর হচ্ছে, এ ধরনের হৃদয় বিদারক ঘটনা প্রতিহত করতে কিছুই করা হয়নি। এই জাহাজগুলোই আমাদের জলপথে গমন করে।И что поражет больше всего, так это то, как мало было сделано для того, чтобы предотвратить эти трагедии.
40যেহেতু সমুদ্র-ভীত লোকজন জাহাজে উঠতে এখনও তাঁদের জীবনের ঝুঁকি নেয় এবং অঙ্গহানি করে, সেহেতু এটুকু পরিষ্কার যে, আরো কঠোর সমুদ্র-বিষয়ক নিয়ম-নীতি এবং সমুদ্রে ট্রাফিক ব্যবস্থাপনা শুধুমাত্র আসন্ন নয় বরং এটি অবধারিতও বটে।Поскольку мореходы продолжают рисковать своими жизнями, когда они всходят на борт кораблей, которые бороздят наши воды, это предельно ясно, что необходимость более строгой морской регуляции и управления морским движением не только неизбежна, но и абсолютна.