# | ben | rus |
---|
1 | সকলের “গাবো” | “Габо” для всех |
2 | নিঃসন্দেহে বেদনা সাহিত্যকে আচ্ছন্ন করে ফেলে। | Боль, несомненно, переполняет литературу. |
3 | গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ যাকে যিনি সকলের কাছে আদরের গাবো নামে পরিচিত, তিনি ছিলেন যাদু বাস্তবতার এক উত্তরসূরি এবং যদিও তার কিছু লেখা ভালবাসা নিয়ে, তবে তার নিজের গ্রাম আরাকাটাকাকে নিয়ে লেখা ক্রোধ এবং কল্পনা বিষয়ক অন্যান্য গল্পের অনুসারী ছিল চিন ও ইরানের মত দেশের দুর্গম প্রান্তের মানুষও। | Габриэль Гарсиа Маркес, которого ласково называли Габо, был предтечей “магического реализма”, и хотя многие его работы о любви и другие фантастические истории были о родной деревне Аракатака, он приобрёл последователей в таких удалённых от себя местах, как Китай и Иран. |
4 | গাবোর মৃত্যুর প্রতিক্রিয়া ছিল এতটাই জোরালো যে এমনকি নিউইয়র্ক টাইমস-এর মত পত্রিকা তাদের ওয়েব সাইটের একটা বড় অংশ তার জন্য উৎসর্গ করে। | Реакция на смерть Габо так сильна, что даже газеты как “The New York Times” посвятили крупную часть пространства на сайте ему. |
5 | ছবি এনওয়াইটাইমস. কম থেকে নেওয়া। | Изображение взято с nytimes.com |
6 | তার মৃত্যু যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রচণ্ড আঘাত যারা খুব কাজ থেকে তার কাজের অনুসারী ছিল। | Его смерть шокировала американцев, близко знакомых с его работами. Глубина его произведений задевала почти всех. |
7 | তার উপস্থিতি ছিল এতটা শক্তিশালী যে স্বনামধন্য অপরাহ উইনফ্রে তার নির্বাচিত বইয়ের তালিকায় “ লাভ ইন দি টাইম অফ কলেরাকে” অর্ন্তভুক্ত করেছে এবং এটিকে তিনি অভিহিত করছেন তার পঠিত অন্যতম সেরা প্রেমের গল্প বলে। | Опра Уинфри включила “Любовь во время холеры” в список особых книг и отозвалась о романе, как о “одной из величайших историй о любви, которую я когда-либо читала” [анг]. |
8 | ১৭ এপ্রিলের বিকেলে যখন জনসম্মুখে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়, তখন হোয়াইট হাউস থেকে #গ্রাসিয়াসগাবো (# ধন্যবাদ গাবো) নামক হ্যাশট্যাগের মাধ্যমে টুইটারে একটি বিবৃতি জারী করা হয়। : | Когда 17 апреля общественность узнала о его смерти, Белый дом опубликовал в Твиттере заявление, используя хештэг #GraciasGabo (#СпасибоГабо): #GraciasGabo. http://t.co/6krPIVgzDO, pic.twitter.com/E7NIo24f3y |
9 | #GraciasGabo. http://t.co/6krPIVgzDO, pic.twitter.com/E7NIo24f3y - The White House (@WhiteHouse) April 17, 2014 | - The White House (@WhiteHouse) April 17, 2014 |
10 | বেশীর ভাগ টুইটে যেমনটা দেখা যাচ্ছে, নাগরিকরা লেখকের আলোচিত বাক্য থেকে উদ্ধৃতি তুলে ধরে নিজেদেরকে তার প্রতি উৎসর্গ করছে: শান্তিতে ঘুমাও গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ : | Многие люди, оставлявшие посвящённые ему твиты, цитировали известные фразы из его произведений: “Человек умирает не тогда, когда должен, а тогда, когда может”, - Габриэль Гарсиа Маркес #RIP |
11 | মৃত্যুর সময় নয়, যখন পারা সম্ভব তখনই মৃত্যুবরণ করা উচিত। | #ГабриэльГарсиаМаркес уходит, 87 лет. |
12 | সাতাশি বছর বয়সে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ মৃত্যুবরণ করেছেন। সম্ভবত আমাদের সময়ের সেরা লেখক, সম্ভবত সর্বকালের সেরাদের একজন। | Возможно, величайший писатель нашего времени, может быть, среди величайших всегда. |
13 | শান্তিতে ঘুমাও গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, সাহিত্যের এক স্তম্ভ, আমার জীবন আপনার লেখা দিয়ে আলোকিত করার জন্য হে আমার প্রিয় ব্যক্তি, আপনাকে ধন্যবাদ। | RIP Габриэль Гарсиа Маркес, монумент в литературе, спасибо вам, прекрасный человек, что осветили мою жизнь вашими произведениями. |
14 | যাদু বাস্তবতার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। | Спасибо богу за Магический реализм. |
15 | শান্তিতে ঘুমাও গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। | RIP Габриэль Гарсиа Маркес |
16 | সাংবাদিক ইয়োন গ্রিলোর মত অন্যরা লেখকের আদর্শিক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্কের বিষয়ে কৌতূহলজনক তথ্য প্রদান করেছে।: | Другие, как журналист Йоан Грилло, сообщили интересную информацию об отношениях, которые Габо имел с США из-за идеологических наклонностей: |
17 | “কমিউনিস্ট” হওয়ার কারণে যুক্তরাষ্ট্র ৩০ বছর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজকে ভিসা প্রদান করেনি। | США отказывали Габриэлю Гарсии Маркесу в визе 30 лет, потому что он был “коммунистом”. |
18 | (তার সমর্থক) বিল ক্লিনটন অবশেষে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়। | Билл Клинтон (фанат) в итоге позволил ему. |
19 | অন্য টুইটার ব্যবহারকারীরা গাবো এবং যুক্তরাষ্ট্রের মাঝে কূটনৈতিক সংঘাতের বিষয়টি নিশ্চিত করেছে:: | Другие пользователи Твиттера подтвердили трения между Габо и правительством Америки: |
20 | যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের প্রতি তার দৃষ্টিভঙ্গির কারণে দেশটি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজকে বিপজ্জনক হিসেবে তালিকাভুক্ত করে রেখেছিল। | #ГабриэльГарсиаМаркес был отмечен как “подрывник” из-за точки зрения на американский империализм |