Sentence alignment for gv-ben-20141008-44995.xml (html) - gv-rus-20140923-31270.xml (html)

#benrus
1ইউটিউব মাতালো এ্যাপলের দ্বারা অনুপ্রাণিত ইউক্রেনিয়ান ব্যান্ডের দূর্দান্ত মিউজিক ভিডিওУкраинская группа взорвала YouTube потрясающим видео, навеянным Apple
2“নক নক” শিরোনামের পুরো ভিডিওটির শুটিং একবারেই চূড়ান্ত করা হয়েছে এবং এতে মূল গল্প তুলে ধরার জন্য ১৪ টি ভিন্ন ভিন্ন ছবির পর্দা ব্যবহার করা হয়েছে।Музыкальное видео на песню Knock Knock снято одним дублем и рассказывает сюжет при помощи 14 различных экранов.
3ছবিটি ইউটিউব থেকে নেওয়া হয়েছে।Скриншот с YouTube.
4অখ্যাত একটি ইউক্রেনিয়ান ইন্ডি রক ব্যান্ড দল দূর্দান্ত একটি মিউজিক ভিডিও দিয়ে ইউটিউব ব্যবহারকারী এবং এ্যাপলের ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে। ভিডিওটি এ পর্যন্ত ইউটিউবে অর্ধ মিলিয়নেরও বেশি সংখ্যক বার দেখা হয়েছে।Малоизвестная украинская группа, играющая в стиле инди-рок, завоевала сердца пользователей YouTube и поклонников Apple искусно снятым музыкальным видео, набравшим уже полмиллиона просмотров.
5ক্রিভিই রিহ থেকে আসা ব্রুনেট শুট ব্লন্ডেস নামক ইন্ডি রক ব্যান্ড দলটি তাদের “নক নক” গানের মিউজিক ভিডিওটির শুটিঙের জন্য একটি অগতানুগতিক কৌশল অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছিল।Brunettes Shoot Blondes, инди-рок группа из Кривого Рога, промышленного города на юго-востоке Украины, нестандартно подошла к записи музыкального клипа на свою песню Knock Knock.
6ক্রিভিই রিহ হচ্ছে পূর্ব ইউক্রেনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি শিল্প প্রধান নগরী।Сюжет 2,5-минутного видео развивается на экранах 14 различных гаджетов фирмы Apple: смартфонов, планшетов и ноутбуков.
7আড়াই মিনিট দীর্ঘ ভিডিওটিতে ১৪টি ভিন্ন ভিন্ন এ্যাপল ডিভাইসের পর্দা ব্যবহার করে চিত্রধারণ করা হয়েছে।Герои прыгают между экранами точно по волшебству, перемещаясь с одного устройства на другое.
8এ্যাপল ডিভাইসগুলো হচ্ছেঃ স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ।Подготовка видео, по всей вероятности, оказалась нелегкой.
9ভিডিওতে গল্পের চরিত্রগুলো এমনভাবে এক পর্দা থেকে আরেক পর্দাতে লাফিয়ে যায় যেন মনে হয় তারা জাদু দিয়ে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে চলে যাচ্ছেন।Авторы говорят, что все было снято в реальном времени, одним дублем, с помощью единственной камеры и без какой-либо последующей обработки.
10ভিডিওটি তৈরি করতে নিশ্চয়ই অনেক প্রস্তুতি নিতে হয়েছে।Результатом стала трогательная любовная история, рассказанная под такой же романтичный саундтрек.
11ভিডিওটির গল্পের লেখক শুরু থেকেই বলছেন বাস্তবে কেবলমাত্র একটি ক্যামেরা ব্যবহার করে একবার টেক করেই গানটির চিত্রধারন করা হয়েছে।Но за всем этим, скорей всего, скрываются часы дизайнерских и анимационных работ, а также аккуратная хореография перемещаемых по столу гаджетов.
12আর চিত্রধারনের পর তাতে কোন রকম সম্পাদনা করা হয়নি।Ну и, конечно, идеальная синхронизация.
13এর ফলাফলস্বরূপ সকলের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠা একটি ভালোবাসার গল্প পাওয়া গেছে যা অত্যন্ত রোমাঞ্চকর একটি গানের ভিডিও। ভিডিওটিতে খুব সম্ভব ঘন্টার পর ঘন্টা খরচ করে বিভিন্ন ডিজাইন এবং এ্যানিমেশনের কাজ করা হয়েছে।В то время как одни пользователи распространяют творение украинской группы по сети, другие шутливо задумываются, что видео может быть скрытой рекламой Apple, поскольку устройства этой фирмы играют в нём значительную роль.
14তাঁর সাথে সাথে ভিডিওটির সারণীতে যত্নের সাথে ছোট যন্ত্রগুলোর নাচের মুদ্রা ঠিক করা হয়েছে। আর এতে সময়ের হিসাবগুলোও একেবারে যথার্থ হয়েছে।Интересно, возьмет ли Apple на заметку, что песня и музыкальное видео могут стать отличной рекламой?
15ব্যবহারকারীরা ইউক্রেনিয়ান ব্যান্ড দলটির ভিডিওর মূল কপিটি ওয়েবে শেয়ার করলেও তাদের কেউ কেউ বেশ কৌতুকের সাথে অনুমান করে বলছেন, ভিডিওটি হয়তোবা এ্যাপল কোম্পানির কোন গোপন বিজ্ঞাপন হবে।
16তাদের এমন অনুমানের কারন, ভিডিওটির বেশ উল্লেখযোগ্য অংশ জুড়েই ডিভাইসগুলো দেখা যাবে।
17আমরা বিস্মিত হয়েছি, এ্যাপল যদি গান-এবং তাঁর সাথে দেয়া ভিডিওটিতে নিজেদের নাম জুড়ে দিতে পারতো, তবে এটি এ্যাপলের একটি দারুণ বিজ্ঞাপনে পরিণত হত।