Sentence alignment for gv-ben-20150301-47642.xml (html) - gv-rus-20150302-35042.xml (html)

#benrus
1কে, কবে বলেছিল জাপানের ছাত্রদের বিদ্যালয়ের ভেতরে পড়ার জুতা মনোমুগ্ধকর নয়?Кто сказал, что «сменка» японских школьников должна быть скучной?
2উয়াবাকি নামক ঘরের ভেতরে পড়ার জুতা।Сменная обувь увабаки.
3ছবি ফ্লিকার ব্যবহারকারী সানবু-এর (সিসি বাই-এনসি ২. ০)। (CC BY-NC 2.0)Фото предоставлено пользователем Flickr sanbu (CC BY-NC 2.0)
4জাপানের বিদ্যালয়গুলোর নতুন বছর শুরু হয় এপ্রিল মাসে।В Японии новый учебный год начинается в апреле.
5আর সেহেতু একই বছরে বিদ্যালয়ের পোষাক নিয়ে তোড়জোড়ের হাওয়া মার্চ থেকে বইতে শুরু করে, অনেক পরিবার স্কুলের পোষাক এবং এর সামগ্রীর জন্য মাস খানেক আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে।Так как школьный год заканчивается в марте, многие семьи начнут думать о школьной форме и школьных принадлежностях на месяц вперёд.
6জাপানে যারা স্কুলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছে, তাদের জন্য উয়াবাকি (ঘরের ভেতরে পড়ার এক জুতা) হচ্ছে বিদ্যালয় জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ।Для большинства японских дошкольников увабаки (сменная обувь) - привычная часть школьной жизни.
7ছাত্র, শিক্ষক এবং সাক্ষাৎকার প্রার্থী সকলকে একই ভাবে বিদ্যালয়ে প্রবেশের পূর্বে রাস্তায় পড়ার উপযোগী জুতা খুলে, বিদ্যালয়ে প্রবেশ করতে হয়Ученики, преподаватели и посетители также должны снимать уличную обувь перед входом в школу.
8ইলাস্টিকের ফিতা লাগানো এই উয়াবাকি জুতা, খুব সহজে ছোট বাচ্চাদের পড়ানো যায় এবং রাবার লাগানো গোড়ালি বিদ্যালয়ের কোণ পিচ্ছিল স্থানে তাদের মাটির সাথে আটকে রাখাতে সাহায্য করে।С помощью лямок увабаки легко надевать даже маленьким детям, а резиновая подошва защищает от падения на скользком школьном полу.
9সাম্প্রতিক বছরগুলোয়, বিদ্যালয়ের পোষাক পরিচ্ছদের ক্ষেত্রে জাপানের মনোভাব অনেক সহজ হয়ে এসেছে।В последнее время отношение в Японии к школьной форме смягчилось.
10এখানে একদিকে বিদ্যালয়ে যেমন উয়াবাকি পড়া বাধ্যতামূলক, অন্যদিকে জাপানের কিছু অংশে উয়াবাকির সৌন্দর্য্য বৃদ্ধি করাকে সহজ ভাবে গ্রহণ করা হচ্ছে।Хотя увабаки могут быть обязательными, в некоторых частях Японии их разрешено украшать.
11কোন কোন অভিভাবক নিজেরাই তাদের সন্তানদের উয়াবাকি সুন্দর করে নানান ভাবে সাজায়, এদিকে দোকানগুলোয় এখন এমন ধরনের উয়াবাকি বিক্রি হচ্ছে, যেগুলোতে জনপ্রিয় কার্টুন এবং মাঙ্গার চরিত্র আঁকা রয়েছে।Некоторые родители сами украшают увабаки для своих детей, хотя в магазинах сейчас продаются увабаки с изображением популярных героев мультфильмов и манги.
12তোমার উয়াবাকিকে সুন্দর করে সাজাতে মা অনেক রাত পর্যন্ত জেগে ছিল।Мама допоздна украшала мои увабаки.
13চোখে সুন্দর সুন্দর স্বপ্ন নেমে আসুক!Сладких снов!
14আমার এক বান্ধবী মধ্য রাত পর্যন্ত আলো জ্বালিয়ে তার সন্তানের উয়াবাকি সুন্দর করে সাজিয়ে দিয়েছে।Моя подруга украшала увабаки своего сына до глубокой ночи.
15যখন আমি তাকে প্রশ্ন করলাম কেন সে এত রাত জেগে এই কাজটি করল, সে বলল, “যখন আমার সন্তান জেগে উঠবে এবং তার উয়াবাকি দেখতে পাবে সে দৃশ্য দেখার জন্য আমার তর সইছিল না”।Я спросила её, зачем засиживаться так поздно, на что она ответила, что поскорее хочет увидеть лицо её сына, когда он встанет и увидит свои увабаки.
16কি দারুণ, এটা অসাধারণ, এমনকি তারা এখন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য বানানো উয়াবাকি সাজিয়ে দিচ্ছে।Вау, это потрясающе, они теперь украшают увабаки даже для младшей школы.
17জাপানের পপ সংস্কৃতির এক জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে ইয়োকাই ওয়াচ, উয়াবাকি নামক জুতাকে সজ্জিত করার সময় প্রায়শ যার বিষয়বস্তু ব্যবহার করা হয়:Yokai Watch [анг], феномен массовой культуры в Японии - конечно же, частая тематика для украшения увабаки:
18আমার ছেলে আমাকে বলল যে তার স্কুলের উয়াবাকি জুতা সুন্দর করে এঁকে সাজিয়ে দিতে, কাজে আমি ঠিক করেছি, আমি তার জুতায় হুইসপারের ছবি আঁকব।Мой сын попросил меня украсить его увабаки для школы, поэтому я подумала, что нарисую Whisper [анг].
19আমার কিন্ডারগার্টেনে পড়া ভাতিজি তার উয়াবাকি জুতা এঁকে দিতে বলেছে ।Моя племянница попросила меня украсить её увабаки для детского сада.
20乁( ˙ ω˙乁)乁( ˙ ω˙乁)
21কাজে এই বিষয়টি নিঃসন্দেহে অবশ্যম্ভাবী যে কিছু উয়াবাকি আঁকার জন্য কিছু সামগ্রী কিনতে পাওয়া যায়। :Очевидно, где-то должны продаваться наборы для украшения увабаки:
22আমি আমার ভাতিজির উয়াবাকি এঁকে দিয়েছি।Я украсила увабаки моей племянницы.
23উয়াবাকিতে আঁকা ছবি দেখে আমার বাবামা শিশুদের মত মজা পেয়েছে:Родители, как и дети, также получают огромное удовольствие от украшения увабаки:
24আমি আমার মেয়ের বিদ্যালয়ের ভেতরে পড়ার জুতা সুন্দর করে এঁকে দিয়েছি।Я украсила школьную сменную обувь моей дочери.
25এটা একটা প্রাথমিক বিদ্যালয়, কাজে আমি খুব শাদামাটা করে এঁকেছি।Она учится в младшей школе, поэтому мне пришлось оставить простой дизайн.
26কিন্তু আমি সেগুলোকে আরো সুন্দর করে সাজাতে চেয়েছিলাম।Но я хотела сделать ещё больше!