# | ben | rus |
---|
1 | একটি পরিত্যক্ত ইয়েমেনী ইহুদি গ্রামের ধ্বংসাবশেষ | Йемен: руины заброшенной еврейской деревни |
2 | ইয়েমেনী ব্লগার রুজ আলওয়াজির (@রুজ১২৯) বেইত বোওসে নামের একটি পরিত্যক্ত ইহুদি গ্রামে তাঁর সফরের কিছু বিস্ময়কর ছবি শেয়ার করেছেন। গ্রামটি পাথুরে পর্বতের উপর অবস্থিত এবং সানা থেকে সেখানে যেতে ১৫ মিনিট সময় লাগে। | Йеменский блогер Руй Альвазир (@Rooj129) опубликовала прекрасные фотографии своего путешествия в заброшенную еврейскую деревню Бейт Бавс (Beit Baws), высоко расположенную на горе в 15 минутах от Саны. |
3 | আলওয়াজির তাঁর ভ্রমণের কিছু টুকরো অংশ একটি স্লাইডশোর মাধ্যমে দেখিয়েছেন। | На слайдах Альвазир показывает снимки с экскурсии. |
4 | আমরা চৌদ্দজন একসাথে একটি আনন্দ ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং একটি সাদা ভ্যানে সবাই ব্যাগ গুছিয়ে নিয়ে রওনা হলাম। | |
5 | আমরা একটি পরিত্যক্ত ইহুদি অধ্যুষিত গ্রাম, বেইত বোওসে গিয়েছিলাম, যা পাথুরে পর্বতের উপর অবস্থিত এবং সানা থেকে সেখানে যেতে মাত্র ১৫ মিনিট সময় লাগে। | Мы, четырнадцать друзей, сели в белый фургон и решили вместе поехать в заброшенную еврейскую деревню Beit Baws, расположенную на горе в 15 минутах от Сана. |
6 | তাঁর শেয়ার করা ছবিগুলো থেকে দু'টি ছবি: | Вот две фотографии из тех, которые она выложила: |
7 | বেইত বাওস-পর্বতের উপর দন্ডায়মান। | Бейт Бавс - Высоко в горах. |
8 | ছবিটি তুলেছেন রুজ আলওয়াজির। | Фото Руй Альвазир |
9 | বেইত বাওস গ্রামে পর্বতটির ধারে খোদাই করা ঘরবাড়ি। | Дома в горной части деревни Бейт Бавс. |
10 | ছবিটি তুলেছেন রুজ আলওয়াজির। | Фото Руй Альвазир |
11 | ১৯৪০ সালের শেষ দিকে ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের প্রথম বছর “অপারেশন ম্যাজিক্যাল কার্পেট” চলার সময় ইয়েমেনী ইহুদিদের অনেকেই দেশ ছেড়ে ইসরাইল চলে যায়। কেউ কেউ ইয়েমেনে থেকে গিয়েছিলো। | Многие евреи из Йемена эмигрировали в Израиль во время операции “Волшебный ковер” в конце 40-х гг., первых лет существования еврейского государства. |
12 | কিন্তু দুঃখের বিষয়, তাদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে । কারণ বেশীরভাগ ইহুদিরাই মুসলিম প্রগতিবাদীদের হুমকিতে দেশ ছেড়ে চলে যাচ্ছে। | Некоторые решают остаться в Йемене, но число таких людей, к сожалению, постоянно уменьшается, поскольку многие уезжают из-за угроз радикальных исламистов. |
13 | ইয়েমেনী ইহুদি সম্প্রদায়টি তাদের সংস্কৃতির বেশীরভাগই ইয়েমেনের উত্তর অংশে সংরক্ষণ করে রেখেছে। কারিগরির জন্য তাঁদের বেশ সুনাম রয়েছে এবং রূপার গহনা তৈরীতে তাঁরা সবচেয়ে দক্ষ। | Община евреев Йемена сохранила свою культуру, по большей части, в северном регионе страны, евреи широко известны как ремесленники и лучшие мастера по работе с серебром. |
14 | ওমরিশারাবির পোস্ট করা এই ভিডিওটিতে ইয়েমেনে তাদের জীবনযাপনের কিছুটা আভাস পাওয়া যাবে। | В этом видео, опубликованном omrisharaby, показывает их жизнь в Йемене. |
15 | ভিডিওটিতে যে গানগুলো রয়েছে তা বিখ্যাত শিল্পী মরহুম ওফরা হাজার। তিনি ছিলেন ইয়েমেনের ইহুদি বংশদ্ভূত। | Песни исполняет известная, ныне покойная, певица Офра Хаза, которая происходила из семьи йеменских евреев. |