Sentence alignment for gv-ben-20150405-48061.xml (html) - gv-rus-20150330-35917.xml (html)

#benrus
1ওমানি ব্লগার মুয়াইয়াহ আলরাওয়াহি সংযুক্ত আরব আমিরাত সীমান্তে নিখোঁজБлогер из Омана Муавия Алравахи исчез на границе с ОАЭ
2মুয়াইয়াহ আলরাওয়াহি।Муавия Алравахи.
3জিলিয়ান সি.Фото Джилиан С.
4ইয়র্কের দেয়া ছবিটি অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে।Йорк, используется с разрешения автора.
5কয়েকটি মানবাধিকার সংস্থার বিবৃতি অনুযায়ী, ওমান থেকে গাড়িযোগে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের চেষ্টা করার কারনে ওমানি ব্লগার মুয়াইয়াহ আলরাওয়াহির বিরুদ্ধে গত ২৪ ফেব্রুয়ারি তারিখে অভিযোগ এনে শাস্তি প্রদান করা হয়েছে।Несколько правозащитных организаций заявили, что блогер из Омана Муавия Алравахи предположительно был задержан 24 февраля при попытке въехать из Омана на машине в Объединенные Арабские Эмираты.
6অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে যে সংযুক্ত আরব আমিরাতের সীমান্ত রক্ষীরা আলরাওয়াহির সফর সংক্রান্ত কাগজপত্র জব্দ করে নিয়েছে।Amnesty International [анг] подтвердила, что пограничные службы ОАЭ изъяли проездные документы Алравахи.
7তবে বর্তমানে তাঁর অবস্থান অজানা।Его местонахождение на данный момент неизвестно.
8প্রায় ত্রিশ দিনেরও বেশি সময় ধরে তাঁর পরিবার এবং বন্ধুবান্ধব তাঁর কোন খোঁজ পাচ্ছেন না।Прошло уже больше месяца с того дня, как семья и друзья блогера разговаривали с ним.
9সাংবাদিক সুরক্ষা কমিটির মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক শেরিফ মানসুর আলরাওয়াহির নিখোঁজ হওয়াকে “ভয়ংকর” বলে আখ্যায়িত করেছেনঃШериф Мансур [анг], координатор проектов по Ближнему Востоку и Северной Африки Комитета по защите журналистов [анг], называет исчезновение “тревожащим”:
10গত এক মাসে মুয়াইয়াহ আলরাওয়াহির কোন তথ্য পাওয়া যায়নি।Целый месяц от Муавии Алравахи не было никаких известий, и это вызывает беспокойство.
11সমালোচনাকারী ব্লগারদের দাপ্তরিকভাবে যন্ত্রণা দেওয়ার যে লেখ্যপ্রমান পাওয়া যায় সে অনুযায়ী ঘটনাটি বেশ ভয়ংকর।Известно, что власти официально преследовали выступающего с критикой блогера.
12আমরা সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছ থেকে কৈফিয়ত চেয়েছি, কেন আলরাওয়াহিকে পুলিশের হাতে বন্দী করে রাখা হবে এবং তাকে অতিসত্বর কেন মুক্তি দেয়া হবে না?Мы призываем власти Объединенных Арабских Эмиратов предоставить объяснение, по какой причине Алравахи был арестован, и освободить его незамедлительно.
13কর্তৃপক্ষের হাতে আলরাওয়াহির হয়রানি হওয়ার ঘটনা এটাই প্রথম নয়।Алравахи уже не в первый раз подвергается преследованиям со стороны властей.
14সুলতান কাবুস বিশ্ববিদ্যালয় হাসপাতালের মনস্তত্ত্ব বিভাগে ২০১৪ সালে ওমানি কর্তৃপক্ষ তাকে বন্দী রাখে।В 2014 году власти Омана поместили его [анг] в психиатрическое отделение Университетского госпиталя имени Султана Кабуса.
15অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের এক বিবৃতিতে এই ঘটনার প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বলা হয়েছেঃВот какую информацию Amnesty International приводит в заявлении [анг], призывая немедленно действовать:
16সাম্প্রতিক বছরগুলোতে মুয়াইয়াহ আল-রুয়াহিকে ওমানে বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছে।Муавия ал-Рувахи за последние годы несколько раз подвергался арестам в Омане.
17তাঁর ব্লগে তিনি সুলতান কাবুসের সমালোচনা করায় ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ওমানি রাষ্ট্র নিরাপত্তা সদরদপ্তরে তাঁর বিরুদ্ধে সমন জারি করা হয়।В феврале 2012 года его допрашивали в штаб-квартирах Службы государственной безопасности Омана, после того как он в своем блоге выступил с критикой Султана Кабуса.
18এক সপ্তাহের জন্য তাকে একটি মানসিক স্বাস্থ্য হাসপাতালে রাখা হয় এবং তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ ছাড়াই তাকে মুক্তি দেয়া হয়।Блогера неделю удерживали в психиатрическом госпитале и выпустили без предъявления обвинения.
19তাঁর ব্লগে তিনি ওমানি কর্তৃপক্ষের সমালোচনা করার পর ২০১৪ সালের জুলাই মাসে তাকে গ্রেপ্তার করা হয়।Он был арестован 12 июля 2014 года после того как в своем блоге выступил с критикой властей Омана.
20“জন শৃঙ্খলা ভঙ্গের” কারনে একজন ওমানি শিক্ষককে বিপুল পরিমাণ অর্থদন্ড দেয়ার দুই দিন পর তিনি প্রতিবাদ জানাতে ধর্মঘট পালন করেন বলে ২০১৩ সালের অক্টোবর মাসে তাকে গ্রেপ্তার করা হয়।Через два дня учителя из Омана приговорили к большому штрафу за “нарушение общественного порядка” - в октябре 2013 года он объявлял забастовку.
21তাকে মূলত মানসিক স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে শাস্তি প্রদান করা হয়। প্রথমে তাকে আল-মাসারাহ মানসিক স্বাস্থ্য হাসপাতাল এবং এক সপ্তাহ পরে সুলতান কাবুস বিশ্ববিদ্যালয় হাসপাতালের মনস্তত্ত্ব ওয়ার্ডে শিকলে বন্দী অবস্থায় রাখা হয়।Он содержался в основном в психиатрических учреждениях: сначала в психиатрическом госпитале ал-Массарах, а неделю спустя - в психиатрическом отделении Университетского госпиталя имени Султана Кабуса, где его держали в кандалах.
22তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণ ছাড়াই গত ১১ আগস্ট ২০১৪ তারিখে তাকে মুক্তি দেয়া হয়।Он был выпущен 11 августа без предъявления обвинения.
23ওমানের শাসক সুলতান কাবুস বিন সাইদের সমালোচনা করার অপরাধে আলরাওয়াহিকে শাস্তি প্রদানের পর গ্লোবাল ভয়েসেস এডভোকেসিতে ২০১২ সালে তাকে লক্ষ্যনীয়ভাবে উপস্থাপন করা হয়।В 2012 году статья об Алравахи была размещена на Global Voices Advocacy [анг], после того как он был заключен в тюрьму за критику Султана Кабуса бин Саида, правителя Омана.
24“পাপমোচনের চুক্তিপত্র” শিরোনামে একটি ব্লগ পোস্ট লেখার পর আলরাওয়াহি বিপদে পড়ে গেছেন। তাঁর সেই লেখাটিতে তিনি কিছু বিতর্কিত চিন্তা ভাবনা প্রকাশ করেছিলেন।Неприятности у Алравахи начались после того как он написал для блога пост под названием “Завет спасения”, в котором выразил некоторые спорные идеи.
25যদিও তখন থেকেই পোস্টটি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয়েছে। আমাদের ২০১২ গল্প পোস্টটির প্রচার সূচীগুলো বর্ননা করেছেঃХотя к настоящему времени пост удален из Интернета, в нашей статье 2012 года его содержание описывается так:
26অনেকগুলো বিষয় নিয়ে [তিনি] একবারে খোলাখুলি কথা বলেছেন। এসব বিষয়ের মধ্যে রয়েছে কিশোর হিসেবে যৌন প্রবঞ্চনার শিকার হওয়া, তাঁর কর্মজীবনের শুরুতে ওমানের অভ্যন্তরীণ নিরাপত্তা সেবার (আইএসএস) সাথে জড়িত থাকা, সাবেক আইএসএস ব্রিগেডিয়ার জেনারেল খামিস আল ঘরাইবির (সংযুক্ত আরব আমিরাতের জন্য গুপ্তচরবৃত্তি করার অভিযোগে বর্তমানে কারাবন্দী) প্রতি তাঁর প্রশংসা বাক্য এবং তাঁর সাথে সম্পর্ক, তাঁর ধর্মীয় বিশ্বাসের অভাব, ওমানের প্রতি তাঁর মোহমুক্তি এবং শাসক সুলতান কাবুসের প্রতি তাঁর আস্থা হারিয়ে ফেলা প্রভৃতি।[он] говорит открыто о разных темах, включая тему сексуального насилия, которому подвергся, когда был подростком; о том, что ранее был вовлечен в деятельность Внутренней службы безопасности Омана (ISS), о своем знакомстве с бывшим бригадным генералом Хамисом Ал Грайби и восхищении им (сейчас находится в тюрьме по обвинению в шпионаже в пользу ОАЭ); об отсутствии у него религиозных убеждений, о его разочаровании в Омане как стране и потере веры в правителя Султана Кабуса.
27২০১০ সালে গ্লোবাল ভয়েসেসের কাছে দেয়া এক সাক্ষাৎকারে আলরাওয়াহি ওমানে ব্লগ লেখা সম্পর্কে তাঁর অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।В 2010 году в интервью Global Voices [анг] Алравахи рассказал о своем опыте блогинга в Омане.
28“যে ইস্যু নিয়ে আমরা আলোচনা করি না সে ইস্যু আমরা সমাধান করব না” মতবাদে বিশ্বাসী হয়ে ওমানের সেসব ইস্যু নিয়ে তিনি ব্লগ লিখতে শুরু করেন বলে তিনি ব্যাখ্যা করেছে।Он пояснил, что стал блогером, чтобы писать о проблемах в Омане, веря в то, что “проблема, которую мы не обсуждаем - это проблема, которую мы не решим”.
29উপসাগরীয় মানবাধিকার কেন্দ্র তাঁর মুক্তির জন্য দাপ্তরিকভাবে আহ্বান জানিয়েছে।Центр по правам человека Персидского залива выступил с официальным призывом [анг] освободить блогера. Переводчик: Светлана Дылевская