Sentence alignment for gv-ben-20140409-42658.xml (html) - gv-rus-20140325-28589.xml (html)

#benrus
1রাশিয়ান পুরুষদের সাথে যৌন সম্পর্ক বর্জনের ডাক ইউক্রেনীয় নারীদেরУкраинки объявили русским секс-бойкот
2ইউক্রেনিয়ান নারীদের যৌন সম্পর্ক বর্জন।Украинский секс-бойкот.
3“কোন রুশকে এটি দিও না” প্রচারাভিযানের লোগো এবং স্লোগান।Логотип и лозунг “Не дай русскому” .
4রাশিয়ার ক্রিমিয়া অধিগ্রহণের ফলে রাশিয়ার প্রতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ব্যাপারে এখন আলোচনা চলছে। তবে বিষয়টি যেন ইউরোপিয়ান রাজনীতির আরেকটি গতানুগতিক ঘটনায় পরিনত হতে যাচ্ছে।После присоединения Россией Крыма кажется, что разговоры о применении международных санкций просто очередное заурядное явление европейской политики.
5তবে যেকোন ভাবেই হোক, এটি পরিবর্তিত হচ্ছে।Однако все может измениться.
6এ সপ্তাহে ইউক্রেনে একটি সৃজনশীল বর্জন কার্যক্রম শুরু হয়েছে। এই সৃজনশীল বর্জন কার্যক্রমটি রাশিয়ান ইন্টারনেট ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।На этой неделе на Украине был объявлен необычный бойкот, который привлек внимание российских интернет-пользователей.
7ইউক্রেনিয়ান নারীরা “কোন রুশকে এটি দিও না” শিরোনামে একটি নতুন প্রচারাভিযানের আয়োজন করেছেন।Женщины Украины организуют новую кампанию, которая носит название “Не дай русскому” - секс-эмбарго против русских мужчин.
8এই প্রচারাভিযানটি হচ্ছে রাশিয়ান পুরুষদের বিরুদ্ধে একটি যৌন নিষেধাজ্ঞা।Кампания представляет собой масштабный бойкот российских товаров.
9এই প্রচেষ্টা রাশিয়ান ভোক্তা পণ্যের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনের পরিপূরক হিসেবে কাজ করছে।Призыв бойкотировать содержат и рекламные щиты, расположенные вдоль магистралей на всей территории Украины.
10এমনকি এই প্রচারাভিযানের কাজে সারা ইউক্রেন জুড়ে প্রধান প্রধান সড়কে স্থাপিত কয়েকটি বিলবোর্ডও ব্যবহার করা হয়েছে।
11যৌন সম্পর্ক বর্জন প্রচারাভিযানটি ইতোমধ্যে তাঁদের নিজেদের টি-শার্ট তৈরি করেছে। টি-শার্ট গুলোতে তাদের দাপ্তরিক লোগো ব্যবহার করা হয়েছে।В поддержку секс-бойкота уже запущена линия футболок с официальным логотипом: две ладони, сложенные вместе в форме вагины (см.выше).
12লোগোতে দেখা যাচ্ছে, দুইটি হাত একসাথে জড়িয়ে ধরে একটি উন্মুক্ত যোনিপথের মতো আকৃতি দেয়া হয়েছে (উপরে দেখুন)। টি-শার্টটিতে একটি স্লোগানও লেখা আছে ।На футболке также присутствуют лозунг “Не дай русскому” и строки из поэмы украинского поэта Тараса Шевченко “Катерина” (1838): “Кохайтеся, чорнобриві, та не з москалями”.
13স্লোগানটি হচ্ছেঃ “কোন রুশকে এটি দিও না!”
14স্লোগানটির নিচে ইউক্রেনিয়ান কবি তারাস শেভচেনকোর লেখা একটি কবিতা “কাতেরিনার” একটি চরণ লেখা রয়েছে। কবিতাটি তিনি ১৮৩৮ সালে লিখেছিলেন।В воскресенье, 23 марта, российские интернет-пользователи распространили фото представителя оппозиции Валерии Новодворской в футболке секс-бойкота.
15চরণটি হচ্ছেঃ “ও সুন্দরী প্রেয়সী, প্রেমে পড়ো, তবে কোন মোসকালির [রুশ পুরুষের] প্রেমে পড়ো না।” এদিকে গত ২৩ মার্চ তারিখ থেকে রুশ ইন্টারনেট ব্যবহারকারীরা এই যৌন সম্পর্ক বর্জনের টি - শার্ট পড়া বিরোধী দলীয় নেতা ভালেরিয়া নোভোদভোরস্কির একটি আলোকচিত্র প্রচার করতে শুরু করেন।Новодворская, известная своим странным внешним видом и пропагандированием теорий заговора, имеет российское гражданство, но многие были готовы поверить, что участник российской оппозиции присоединится к бойкоту из солидарности с Украиной в ее борьбе против Кремля.
16নোভোদভোরস্কি একজন রুশ নাগরিক, যিনি তার অদ্ভুত চেহারা এবং ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের জন্য কুখ্যাত।Например, член российского парламента Роберт Шлегель опубликовал в своем Twitter фото, сопроводив его следующим комментарием:
17কিন্তু অনলাইনে অনেকেই এ ব্যাপারটি বিশ্বাস করতে প্রস্তুত ছিলেন যে একজন রুশ বিরোধী দলের নেতা হয়েও রাশিয়ার ক্রেমলিন দখলের বিরুদ্ধে ইউক্রেনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি এই নিষেধাজ্ঞায় যোগদান করবেন।
18উদাহরণস্বরূপ, রুশ পার্লামেন্টের সদস্য রবার্ট শেল্গাল নিম্নলিখিত মন্তব্যের সঙ্গে এই ছবিটি টুইট করেছেন:Валерия Новодворская одним фото убила весь украинский секс-бойкот просто на корню.
19একটি ছবি দিয়েই ভালেরিয়া নোভোদভোরস্কি সম্পূর্ণ ইউক্রেনীয় লিঙ্গের-বয়কট কার্যক্রমকে এর অন্তঃস্থলেই ধ্বংস করেছেন।:) pic.twitter.com/8h3fcyxegN - Роберт Шлегель (@Shlegel) 23 марта 2014 г.
20উল্লেখ, ছবিটি ফটো-শপের মাধ্যমে তৈরি করা হয়েছে।Как это часто бывает, фотография была отфотошоплена.
21ছবিটি ২০১৩ সালের জুলাই মাসে রাশিয়ান-ইজরায়েলি সম্পর্কের (পটভূমিতে তাই ইজরায়েলি পতাকা) উপর নোভোদভোরস্কির দেওয়া একটি সাক্ষাৎকারের সময় তোলা।Ее взяли из интервью Новодворской о российско-израильских отношениях в июле 2013 года (поэтому на заднем плане флаг Израиля).
22ব্যতিক্রমী সম্পাদনা দক্ষতার কেউ একজন নোভোদভোরস্কির এই বর্জনমূলক টি - শার্ট সংস্করণের ছবিটি তৈরি করেছেন, যেটি অনলাইনে বিদ্রুপ এবং খারাপ জনসংযোগ তৈরি করেছে।
23স্পষ্টতই, ফটোশপ ব্যবহার করে আপনি যা করতে পারেন। এই মুহূর্তে যৌন সম্পর্ক বর্জন প্রচারাভিযানের ফেসবুক গ্রুপে কেবল মাত্র ১৫৬ জন সদস্য রয়েছেন।Некто, обладающий исключительными редакторскими навыками, создал фотоверсию с футболкой секс-бойкота, которая вызвала волну насмешек и ссор на просторах Интернета.
24তবে প্রচারাভিযানটি রাশিয়ান ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ছে।Что вы можете сделать при помощи Фотошопа, очевидно.
25দাপ্তরিক টি-শার্ট (নিচে দেখুন) পরিহিত দুইজন নারীর একটি ছবি রাশিয়ান নেটিজেনরা ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন। প্রত্যাশিতভাবে এই বর্জনের প্রতি প্রতিক্রিয়া জানানো বেশিরভাগ রাশিয়ান নেটিজেনই হচ্ছেন পুরুষ।На настоящий момент группа секс-бойкота в Facebook насчитывает всего 156 участников [прим.переводчика: на 25 марта 2014 года уже 425 участников], но кампания быстро набрала популярность среди российских интернет-пользователей, которые распространили фото двух девушек, одетых в официальные футболки бойкота (см.ниже).
26তারা এই প্রচারাভিযানে চিড় ধরাতে এর সম্পর্কে যৌন বৈষম্যবাদী কৌতুক করতে বেশ আগ্রহী হয়ে উঠেছেন।Неудивительно, что большинство жителей интернет-пространства, отреагировавших на бойкот, это мужчины с сексистскими шутками об этой кампании.
27রুশ জাতীয়তাবাদী ওয়েবসাইট স্পুটনিক এবং পোগ্রমের প্রধান সম্পাদক এগর প্রসভিরনিন এই যৌন নিষেধাজ্ঞা সম্পর্কে ফেসবুকে লিখেছেন।Главный редактор российского националистического сайта “Спутник и погром” Егор Просвирнин написал в Facebook о секс-эмбарго и назвал его участниц проститутками.
28তিনি এই প্রচারাভিযানে অংশগ্রহণকারীদের পতিতা বলে আখ্যায়িত করেছেন।Большинство пользователей Живого Журнала и других сайтов отпустили аналогичную шутку.
29লাইভজার্নাল এবং আরও কয়েকটি ওয়েবসাইটে অন্যান্যরাও একই ধরনের কৌতুক করেছেন।Девушки с плаката за секс-бойкот?
30পোস্টারের মেয়েরা যৌন সম্পর্ক বর্জনের আহ্বান করছেন তবে উপরে দেওয়া ছবিটির দুইজন নারী পেশায় বেশ প্রসিদ্ধ (এবং তারা “বয়স্ক” ধরনের নারী নন)।На самом деле, девушки на фотографии это две выдающиеся представительницы профессии (и не “самой древней”).
31ছবিতে (বায়ে) আছেন খবরের ওয়েবসাইট ডেলো ডট ইউএ'র প্রধান সম্পাদক ক্যাটেরিনা ভেনঝিক এবং (ডানে) আছেন ব্যবসা বিষয়ক ওয়েব পোর্টাল ইকনমিকা কমিউনিকেশন হাব এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইরিনা রুবিস।
32ছবিটি গত ২১ মার্চ, ২০১৪ তারিখে ডেলো ডট ইউএ'র একটি অনুষ্ঠানে তোলা হয়েছে।Главный редактор новостного сайта Delo.
33সে অনুষ্ঠানে ভেনঝিক ওয়েবসাইটের “ইউক্রেনের শীর্ষ ১০০ নারী ব্যবসায়ী” প্রতিযোগীতার চূড়ান্তভাবে বিজয়ীদের নাম ঘোষনা করেন।UA Катерина Венжик (слева) и генеральный директор бизнес-портала Ekonomika Communication Hub Ирина Рубис (справа).
34সে অনুষ্ঠানটিতে রুবিসও উপস্থিত ছিলেন।Фотография была сделана 21 марта на мероприятии, организованном сайтом Delo.
35সেখানে তিনি এবং ভেনঝিক ছবি তোলার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন।UA, в ходе которого Венжик объявила финалистов конкурса “100 лучших бизнес-леди Украины”.
36একটি ছবিতে এই দুইজন মহিলা তাদের জামার উপর যৌন সম্পর্ক বর্জন প্রচারাভিযানের টি-শার্টটি পড়ে আছেন।Ирина Рубис посетила мероприятие, где она и Вежник позировали для нескольких фотографий.
37যৌন সম্পর্ক বর্জনের এই ধারনাটি কমপক্ষে ২,৪২৫ বছর পুরনো।На одной из них девушки надели футболки секс-бойкота поверх своей одежды.
38কোন না কোন ভাবে এত বছর আগে গ্রিকরা প্রথম লেসিস্ট্রাটা নামে একটি নাটক মঞ্চস্থ করেছিল।Концепция секс-бойкота насчитывает по крайней мере 2425 лет.
39সেই প্রহসনমুলক নাটকটিতে জোর করে পেলোপোনেশিয়ান যুদ্ধের অবসানের জন্য গ্রিক নারীরা তাদের স্বামী এবং প্রেমিকদের সাথে তাদের যৌন সম্পর্ক বর্জন করেছিলেন।Именно тогда древние греки впервые представили комедию “Лисистрата” о том, как женщины Греции смогли остановить Пелопоннесскую войну, лишив своих мужей и любимых сексуальных привилегий.
40এথেন্স ঐ যুদ্ধে পরাজিত হওয়ার সাত বছর আগে নাটকটি লেখা হয়েছিল।Пьеса была написана за 7 лет до поражения Афин в этой войне.
41আশা করা যাচ্ছে, ইউক্রেনিয়ানদেরও হয়তোবা এখন থেকে সাত বছর পর অর্থাৎ ২০২১ সালে সেই অনুগ্রাহকের ভাগ্য বরণ করে নিতে হতে পারে।Хотелось бы надеяться, что через семь лет, в 2021 году, Украину ожидает более счастливая участь. Перевод: Екатерина Подорова