Sentence alignment for gv-ben-20110625-18300.xml (html) - gv-rus-20110624-4499.xml (html)

#benrus
1সিরিয়াঃ “আমরা বাসারকে সমর্থন করি এবং আমরা চাই বিশ্ব আমাদেরকে যেন আমাদের হাতে ছেড়ে দেয়”Сирия: “Мы поддерживаем Башара и хотим, чтобы все оставили нас в покое”
2এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Эта статья является частью нашего специального репортажа Протесты в Сирии 2011.
3সকলেই বাসার আল আসাদকে ঘৃণা করে।Все ненавидят Башар аль-Ассада.
4সিরীয় নাগরিকরা তাকে ঘৃণা করে।Сирийские мужчины его ненавидят.
5সিরিয়ার নারীরা তাকে ঘৃণা করে।Сирийские женщины его ненавидят.
6এমনকি এক মধ্য বয়সী আমেরিকান নাগরিক যে নিজেকে এক সমকামী সিরীয় নারী হিসেবে উপস্থাপন করেছে, সেও বাসারকে ঘৃণা করে।Даже американец среднего возраста, который считает себя сирийской лесбиянкой, и тот его ненавидит.
7কিন্তু এটা কি সম্ভব নয় যে কিছু সিরীয় নাগরিক সত্যি তাকে ঘৃণা করে না যতটা আমরা ধারণা করি?Возможно ли, что не все сирийцы ненавидят его так сильно, как мы думаем?
8আমি কখনো ধারণা করিনি যে নেট নাগরিকদের আল আসাদের প্রতি সমর্থন করে থাকতে পারে, কিছুদিন আগে একজন সিরীয় নাগরিক যিনি কানাডায় থাকে তিনি আমাদের প্রতি এই অভিযোগ করেন যে সিরিয়ার ক্ষেত্রে সংবাদ প্রদানের গ্লোবাল ভয়েসেস একপেশে সংবাদ প্রদান করছে, আন্তর্জাতিক প্রচার মাধ্যমের সাথে মিশে (নত হয়ে) আসাদ বিরোধী শিবিরে যোগ দিয়েছে।Я никогда не встречал Интернет пользователя, который бы поддерживал режим аль-Ассада, но на днях с нами связался проживающий в Канаде сириец. Он обвинил Global Voices в предвзятости и сказал, что заголовки статей о Сирии не отличаются от тех, из международных СМИ, осуждающих режим Ассада.
9তিনি আমাদের বলেন যে আমরা যেন সিরিয়ার আরেকটি দিক তুলে ধরি, যা সাধারণ প্রচার মাধ্যম উপেক্ষা করে থাকে এবং আমরা যেন সেই সব লোকদের কণ্ঠস্বর প্রকাশ করি, বিপ্লবের ক্ষেত্রে যাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন।Уличный плакат с изображением президента Сирии Башара аль-Ассада. Изображение взято со страницы Flickr, пользователь watchsmart (CC BY 2.0).
10Он сказал, что мы должны пролить свет на другую сторону происходящего в Сирии, которую СМИ обычно игнорируют, и привлечь людей с иной точкой зрения.
11এমনকি তিনি বিনয়ের সাথে সেই সমস্ত টুইটার ব্যবহারকারীর সন্ধান দেন যারা আমাদের থেকে ছয় মাত্রার এক বিছিন্নতার মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে আছে”.Он оказался настолько любезен, что помог нам найти таких людей в Твиттере, с которыми мы были разделены согласно“Теории шести рукопожатий“.
12ঘটনাক্রমে, ২০ জুন ছিল বাসার আল আসাদের ভাষণ দেবার দিন।Президент Аль-Ассад выступил с речью 20 июня 2011 г.
13আল আসাদের প্রদান করা ভাষণের পর সিরিয়ার নাগরিকদের আবেগের মাত্রা পরিমাপ করার চেয়ে আর ভালো কোন সময় ভাবা যায় না।Нельзя было найти более подходящего момента, чем тот, чтобы выяснить настроения сирийцев.
14কাজেই আমরা অনুসন্ধান করার চেষ্টা করলাম যারা বাসারকে সমর্থন তারা কি বলছে।Поэтому мы решили узнать, что говорят его сторонники.
15দিনা জাফরি একজন সিরীয় নাগরিক, ভদ্রমহিলা বাসারের ভাষণের ব্যপারে তার মন্তব্য প্রদান করেছে:Дина Джаффари - сирийка, живущая в Дамаске, поделилась своим мнением о его выступлении: @DinaJeff: Мне понравилось его выступление.
16@দিনা জেফ: তার এই ভাষণ আমার পছন্দ হয়েছে, খুবই স্বাভাবিক, যৌক্তিক এবং স্বচ্ছ, এর চেয়ে কম বা বেশী কিছু আশা করিনি।Прямое, очень разумное и логичное. Я не ожидала чего-то иного.
17@ দিনা জেফ : তাদের জন্য বলছি, যারা একটি ভাষণে দেশটির সবকিছু বদলে যাবার আশা করে, তাদের টুইটার থেকে বের হয়ে যাওয়া উচিত, তাদের প্রায়শ বাস্তবের মানুষদের সাথে চলা উচিত।@DinaJeff: тем, кто ожидал, что одно выступление перевернет страну с ног на голову, нужно забыть о Твиттере и почаще общаться с реальными людьми.
18শাহদি হিজাজি, যিনি ব্যবসা প্রশাসনে পিএইচডি করছেন, তিনি ের সাথে যোগ করেন যে আসাদের সমর্থনে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে এসেছেШади Хиджази - кандидат наук в области делового администрирования, добавил, что миллионы сирийцев вышли на улицы в поддержку Аль-Ассада.
19। যখন রাষ্ট্রপতি আসাদ অজস্র নাগরিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে, তার আগে ও পরে তার সমর্থনে এই সোভাযাত্রার আয়োজন করা হয়।Демонстрации прошли во время и после объявления президентом об амнистии многих граждан:
20@ শাহদি: রাষ্ট্রপতি আসাদের সমর্থনে #সিরিয়ায় লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে পড়েছে, আর যারা ২০/৬/২০১১ এর আগে অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে, তাদের সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।@shadi: Миллионы вышли на улицы # Сирии в поддержку президента Ассада, объявлено об еще одной амнистии лиц, совершивших преступления до 20/06/2011
21সাতে হামজা সেই সমস্ত বিদেশীদের প্রতি সন্তুষ্ট নয়, যারা সিরিয়ার নাগরিকদের জন্য কথা বলে এবং আসাদের ভাষণের প্রতি জটিল মনোভাব প্রদর্শন করে থাকে।Сейта Хамзу отнюдь не радуют иностранцы, которые говорят за сирийцев и критикуют его [президента Башара аль-Ассада] выступление:
22@সাতে৩: যদি আপনি সিরিয়ার কোন নাগরিক না হয়ে থাকেন এবং #আসাদের ভাষণের ক্ষেত্রে ভালো কিছু খুঁজে না পান, তাহলে তা নিয়ে মাথা ঘামানোর কোন দরকার নেই, এটা আপনাদের কারো মাথা ঘামানোর বিষয় নয়।@sate3: Если вы не сирийцы и не нашли ничего позитивного в # AssadSpeech, не беспокойтесь, это не ваше дело.
23হামজার টুইট সামাজিক প্রচার মাধ্যম এবং প্রচলিত প্রচার মাধ্যমে একটি বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করেছে, সেটি হচ্ছে তারা হয়ত মাঝে মাঝে সংবাদ উৎসের ভৌগলিক অবস্থানকে উপেক্ষা করেছে এবং অন্য কয়েকজনের কণ্ঠকে উপেক্ষা করে কারো কারো কন্ঠকে আরো জোরালো করেছে।Сообщение Хамзы наводит на мысль о том, как социальные и традиционные средства массовой информации иногда могут игнорировать географическое расположение источника новостей и даже преувеличивать мнения одних, не замечая мнения других:
24@মোশেবলি: আমার বন্ধুদের মধ্যে ৫ জনের সিরিয়ার বিপ্লবের পাতা পছন্দ করেছে…। তাদের চারজন লেবাননের এবং একজন সিরিয়ার :S ( আমার অজস্র সিরিয়ার বন্ধু রয়েছে)@moshebli: пяти моим друзьям нравится страничка о революции в Сирии … из них 4 ливанца и 1 сириец: S (кстати, у меня много сирийских друзей)
25@দিনা জেফ: যারা মনে করে যে টুইটার হচ্ছে আসল জায়গা এবং সকল সংবাদের উৎস…ছো, তাহলে তার এর বাইরে যাবার এবং একটা বাস্তব জীবনে প্রবেশ করার দরকার!@DinaJeff: для тех, кто считает, что Твиттер это настоящее чудо и источник всех новостей … Ну и дела, нужно выйти в реальный мир и увидеть все своими глазами!
26একটা সত্যিকারের জীবনে!Как все обстоит по-настоящему!
27আর প্রচলিত প্রচার মাধ্যমের বেলায় বলা যায়, আল জাজিরা এবং আল আরাবিয়া হচ্ছে এই এলাকার সর্বাধিক প্রচারিত সংবাদ টিভি চ্যানেল এবং তাদের সংবাদ প্রচারের কারণে তাদের উপর অভিযোগ করা হচ্ছে।Когда речь идет о традиционных средствах массовой информации, Аль-Джазира и Аль-Арабия являются наиболее распространенными новостными каналами в регионе, и их, наверняка, в настоящее время обвиняют за то, как они освещают события.
28মোহাম্মেদ সাবিব, অউলাবি এবং নাই-এর মতে, তারাও একপেশে খবর প্রচার করে থাকে:Мохамед Шбииб, Кулаби и Най считают, что освещение событий этими телекомпаниями носит предвзятый характер.
29@মহাম্মেদ_সাবিব: যখন লক্ষ লোকের এইসব শোভাযাত্রা অনুষ্ঠিত হয় তখন @আলজাজিরা এবং @আলআরাবিয়া, তোমরা কোথায় থাক???@Mhd_Shbeeb: Где были @ @ & AJALive Alarabiya когда проходили многомиллионные митинги??
30সিরিয়া নিরাপদ রয়েছে এবং সবসময় থাকবেВ Сирии безопасно и так будет всегда:)
31@নাইয়ি৩০: আল জাজিরা সেই সমস্ত লক্ষ লক্ষ লোকের কথা প্রচার করে না যারা বর্তমান রাষ্ট্রপতি চায়, তার বদলে তারা সেই সব শত শত লোকের কথা বলছে, যারা তাকে রাষ্ট্রপতি হিসেবে চায় না?!@Nye30: Джазира не вещает о миллионах людей, которых президент устраивает, зато вещает о сотнях, которых он не устраивает?!
32লেক তেফ।Lek tfeh.
33[কি নির্বোধ!][Как глупо!]
34@অউলবি: এটা এখন পরিষ্কার যে সিরিয়া “বিপ্লব” সিরিয়ার জনগণ নয়, কিছু প্রচার মাধ্যমের দ্বারা পরিচালিত হচ্ছে।@ooulabi: Становится ясно, что сирийская “революция” возглавляется не людьми, а средствами массовой информации.
35#সিরিয়া #আলজাজিরা# # Сирии Аль-Джазира
36এছাড়া বিদেশী প্রচার মাধ্যমের উপরও অভিযোগ করা হয়েছে।Также обвиняются зарубежные СМИ:
37@মোশেবিলি: আপনার বিদেশী সংবাদ মাধ্যম ও আল জাজিরা দেখার দরকার নেই এবং এই যদি দেখেন, তবে বিশ্বাস করবেন না যে জনতা যা চায় তারা তাই বলছে। কারণ তারা একপেশে সংবাদ প্রকাশ করে#সিরিয়া@moshebli: Когда вы смотрите новости зарубежных информационных агентств и AJA [Аль-Джазира] невозможно поверить, что они говорят о том, чего хотят люди, потому что все истории предвзятые # Сирия
38ঘাসান, চিকিৎতসা বিজ্ঞানের এক ছাত্র, যে লেবাননে বাস করে।Гассан, студент-медик, живущий в Ливане, считает, что “Арабская весна” придумана на Западе:
39সে বিশ্বাস করে যে সমগ্র আরবের এই বসন্ত (বিপ্লব) পশ্চিমের এক উদ্ভাবন।@gKbbCH: Ни одна из арабских “революций” была осуществима без поддержки Запада.
40@ জিকেবিবিসএইচ: এর কোনটাই “আরব” বিপ্লব নয়, যা পশ্চিমের সাহায্য ছাড়া টিকে থাকবে না।@gKbbCH: Вмешательство же Запада станет гарантией того, что “революция” не превратиться в революцию.
41@ জিকেবিবিসএইচ: এবং সে একই পশ্চিমা উদ্ভাবন যে বিষয়টি নিশ্চিত করবে সেটি হচ্ছে এই “বিপ্লব” যেন সত্যিকারের বিপ্লবে পরিণত না হয়।Дина, которая не верит в совпадения и РК считают, что существует заговор с целью распространения хаоса в регионе:
42দিনা - যে আকস্মিক ঘটনায় বিশ্বাস করে না - এবং আরকে বিশ্বাস করে যে এই অঞ্চলে বিশৃংখলা সৃষ্টির জন্য এক পরিকল্পনা করা হয়েছে@DinaJeff: Значит, ошибаются те, кто до сих пор ​​считает, что все происходящее из-за необходимости в реформах и обретения свободы.
43@দিনা জেফ: এর মানে যারা এখনো বিশ্বাস করে যে, এই সকল আন্দোলন কেবল সংস্কার এবং স্বাধীনটার জন্য, তা পুরোপুরি ভুল।Хаос распространяется во всех его возможных формах по всему региону.
44সকল প্রকারে এই অঞ্চলে বিশৃংখলা সৃষ্টির জন্য তা করা হয়েছে।Вот, что происходит на самом деле.
45@৩প্লাস১ টুইটার: সকলেই পরিবর্তন চায়।@3plus1twtr: Все хотят перемен.
46কেউ কেউ চায় নৈরাজ্য।Некоторые хотят анархии.
47এবং “কেউ কেউ” “সকলের” নামে এই কাজ করছে ।А “некоторые” губят все для “всех”.
48দিক এল-জেন এর সাথে যোগ করেছে এই ষড়যন্ত্রে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিয়েছে।Диик Эль-Ген говорит, что Саудовская Аравия и США совместно участвуют в этом заговоре:
49@দিকেলজেন৯৬৩: ইরাকী বন্ধু: আমি বাসার আল আসাদের ভক্ত নই, কিন্তু সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের সিরিয়াকে অন্য এক পরিকল্পনার কারণে তাকে জোর করে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণের পক্ষপাতি নই।@deekelgen963: иракский друг: я не поклонник Башара но я уверен, он будет вынужден оставить свой пост, так как у Саудовской Аравии и США другие планы в отношении Сирии.
50তবে অউলাবি তাদের সাথে সামান্য ভিন্ন মত পোষণ করে, যেহেতু সে সিরিয়ার পরিস্থিতির সাথে মিশর এবং তিউনিশিয়ার পরিস্থিতির পার্থক্য দেখতে পাচ্ছে।Кулаби не полностью согласен с ними. Он считает, что ситуация в Сирии отличается от ситуаций в Египте и Тунисе:
51@ অউলাবি : মিশর/তিউনিশিয়ার বিপ্লবের সাথে সিরিয়ার বিপ্লবের পার্থক্য হচ্ছে, #সিরিয়ার বেশিরভাগ জনতা পরিবর্তন সমর্থন করে না।@ooulabi: разница между революциями в Египте / Тунисе с Сирией в том, что в # Сирии изменения не имеют поддержки большинства.
52এবং যেহেতু সিরিয়ার শাসকদের সাথে ইরানের এক ধরনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, সে কারনে এই অঞ্চলে অস্থিরতার জন্য ইরানের নাগরিকদেরও দায়ী করা হচ্ছে, এবং যে সমস্ত সিরীয় নাগরিক বাসার আল আসাদকে সমর্থন করে, তারা ইরানীদের বিশ্বাস ঘাতক হিসেবে অভিযুক্ত করছে, যদি এই সমস্ত অভিযোগ বিষয়ক কিছু শব্দ ইতিহাসের পাতা থেকে ধার করা হয়েছে।Так как режимы в Иране и Сирии находятся в своего рода союзе, иранцев обвиняют, что они вмешиваются в проблемы Сирии, а сирийцев, которые поддерживают Аль-Ассада, с другой стороны, обвиняют в том, что они являются иранскими предателями.
53@অউলাবি: এই সব ঘটনার সাথে ইরানী নাগরিক বা কোন হেজবুল্লাহ যোদ্ধাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি, এটা যে কোন সময়ের সবচেয়ে সেরা রসিকতা।Для некоторых из этих обвинений была заимствована терминология из учебников по истории:
54@মোনালিসেই: সাফাইদ-এর এক গুপ্তচর হবার মানে কি, আমি কোন রসিকতা করছি না এবং গুরুত্বের সাথে প্রশ্ন করছি, কারণ গতকাল আমি একজনকে এই বিষয়ে অভিযোগ করতে শুনেছি।@ooulabi: Доказательства причастности иранских бойцов или бойцов Хезболлы - это лучшая шутка я когда-либо слышал.
55এবং সবশেষে, মোশেবলি সারা বিশ্বের মানুষের কাছে অনুরোধ জানাচ্ছে যেন তারা সিরিয়াকে নিজের হাতে ছেড়ে দেয়।В заключение, Мошебли написал с просьбой, чтобы люди со всего мира оставили их в покое:
56@ মোশেবলি : বিশ্বের মানুষদের কাছে একটা বার্তা।@moshebli: сообщение для народов мира.
57সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ জনতা তাদের রাষ্ট্রপতির প্রতি আস্থাশীল, কাজে আমাদেরকে আমাদের হাতে ছেড়ে দিন!Большинство сирийцев поддерживают своего президента, так что оставьте нас в покое! Эта статья является частью нашего специального репортажа Протесты в Сирии 2011.