Sentence alignment for gv-ben-20110404-16770.xml (html) - gv-rus-20110404-3365.xml (html)

#benrus
1সিরিয়া: দুই জন নিরাপদে ঘরে ফিরে এসেছে, খালেদ এল ঘাইয়েশ এখনো ফেরেনিСирия: двое благополучно вернулись домой, Халед Эль Гаейш все еще числится пропавшим
2এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Эта статья является частью рубрики Протесты в Сирии 2011г.
3গত সপ্তাহে, মিশরীয়-আমেরিকান মুহাম্মাদ রাদোয়ানকে (@বাতুত্তা নামে যিনি টুইটারে পরিচিত) সিরিয়ায় গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়, একই সাথে সে সিরিয়ার উপর তোলা ছবি এবং ভিডিও বিদেশে পাঠানোর অনুরোধ লাভ করেছে বলে, তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।На прошлой неделе в Сирии был арестован , обвинен в шпионаже и получении иностранных запросов на фотографии на видеоролики о Сирии американец египетского происхождения Мухаммад Радван (известный на Твиттере как @battutta).
4১ এপ্রিল, সিএনএন সংবাদ প্রদান করে যে রাদোয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে দামেস্কে অবস্থিত মিশরীয় দূতাবাসে হস্তান্তর করা হয়েছে।1го апреля CNN сообщило, что Радван был освобожден в Посольстве Египта в Дамаске.
5গতকাল রাদোয়ান টুইটারে ঘোষণা প্রদান করে, সে নিরাপদে ঘরে ফিরে এসেছে:Вчера Радван сообщил на Твиттере о том, что он благополучно вернулся домой:
6কেবল মাত্র ওম এল দোনইয়ায় ফিরে এসেছি*, ঘরে ফিরে আসা দারুন এক ব্যাপার#মিশরТолько приземлился в om el donya*, здорово снова быть дома #egypt
7টিক রুট যুক্তরাষ্ট্রের এক ছাত্র, যে সিরিয়ায় আরবী ভাষার উপর পড়াশুনা করছে, দুই সপ্তাহ জেলে কাটানোর পর সে নিরাপদে ঘরে ফিরে এসেছে, বিক্ষোভের ছবি তোলার দায়ে রুটকে ১৮ মার্চে গ্রেফতার করা হয়েছিল।Американский студент Тик Рут, изучающий в Сирии арабский язык, также вернулся домой после двух недель тюремного заключения. Рут был арестован 18 марта в момент фотосъемки протеста.
8মিশর-ভিত্তিক @টম_এল_রুমি টুইট করেছে:Живущий в Египте @Tom_El_Rumi пишет:
9যথারীতি @বাতুত্তা মিশরে ফিরে এসেছে, যুক্তরাষ্ট্রের ছাত্র টিক রুট গতকাল সিরিয়ার কয়েদখানা থেকে নিরাপদে ঘরে ফিরে গেছে। http://j.mp/dYV5jz #ফ্রিখালেদКак м вернувшийся в Египт @battutta, американский студент Тик Рут вернулся домой из тюремного заключения в Сирии http://j.mp/dYV5jz #FREEKHALED
10টমের করা টুইট #ফ্রিখালেদহ্যাশট্যাগ উল্লেখ করছে সিরিয়ায়,খালেদ এল ঘাইয়েশ ( টুইটারে যে @ঘাইয়েশ নামে পরিচিত) নামে আরেকজন মিশরীয় নিখোঁজ রয়েছে।Хэштаг #FreeKhaled [Освободите Халеда] в твите Тома относится к другом гражданину Египта, пропавшему в Сирии, - Халеду Эль Гайнешу (@kghayesh на Твиттере).
11যেমনটা হাসান এল ঘাইয়েশ টুইট করেছে; এমন কোন নিশ্চিত তথ্য নেই যে তাকে গ্রেফতার করা হয়েছিল; এই তরুণের কথা উল্লেখ করার জন্য হাসান # খালেদমিসিং হ্যাশট্যাগ ব্যবহার করার পরামর্শ প্রদান করেছে। হাসান এল ঘাইয়েশ টুইট করেছে:Как писал Хасан Эль Гайнеш, до сих пор нет подтверждения того, что Халед арестован; поэтому Хасан предложил использовать хэштаг #khaledmissing [Халед пропал] для обозначения твитов, относящихся к молодому человеку.
12বন্ধুরা, আপনাদের সকলকে এবং @বাতুত্তাকে ধন্যবাদ. ..Хасан Эль Гайнеш пишет на Твиттере:
13এখন মিশরীয় দূতাবাসের একমাত্র চিন্তা খালেদঘাইয়াশকে খুঁজে বের করা; #খালেদঘাইয়েশ#খালেদমিসিংСпасибо вам, друзья, и спасибо @battutta … единственной заботой посольства Египта сейчас является поиск #khaledelghayesh #khaledmissing
14খালেদকে খুঁজে বের করার ক্ষেত্রে সাহায্য করার জন্য একটি একটি ফেসবুকের পাতা তৈরি করা হয়েছে।На Фейсбуке также создана страница для помощи в поисках Халеда.
15মুহাম্মদ রাদোয়ান ঘরে ফিরে আসার কিছুক্ষণের মধ্যে খালেদকে নিয়ে তার চিন্তা ব্যক্ত করে টুইট করে:Сразу после возвращения домой, Мухаммад Радван поделился своими опасениями по поводу Халеда, написав твит:
16ভালোবাসা এবং সমর্থন উপচে পড়ছে.Спасибо за любовь и поддержку.
17কিন্তু #খালেদকেমুক্তকরা এখন আমার সবচেয়ে বড় চিন্তার বিষয়, দয়া করে এটিকে পুনরায় টুইট করুন।Но моей самой большой заботой на данный момент является Халед.
18* “ওম এল দোনিয়া” যার সাধারণ অর্থ “পৃথিবীর মা”, মূলত মিশরকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।#freekhaled, пожалуйста RT
19এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।*”Om el donya” дословно переводится как “Мать мира” и используется по отношению к Египту.