# | ben | rus |
---|
1 | মাংস খাওয়ার ব্যপারে নিরুৎসাহিত করতে সিঙ্গাপুরে পোস্টার প্রচারাভিযান | Сингапур: Активисты хотят заставить людей задуматься о проблеме употребления мяса в пищу |
2 | ‘কেন একজনকে ভালবাসেন কিন্তু অন্যদের খেয়ে ফেলেন?', এটি হচ্ছে নিরামিষ ভোজনের প্রচারাভিযানে সিঙ্গাপুরের নিরামিষাশী সোসাইটির পোস্টার প্রচারাভিযানের মূল থিম। | [Все ссылки введут на страницы на английском языке, если не указано иного.] “Почему любим одних, но едим других?” - это тема постер-кампании, проходящей по инициативе Вегетарианского общества Сингапура в поддержку вегетарианства. |
3 | মাংস খাওয়া কমাতে জনগণকে উৎসাহিত করতে তাদের পোস্টারে একটি পোষা এবং একটি খামার পশুর ছবি দিয়ে তৈরি করা হয়েছে। | На постеры помещены домашние питомцы и животные с ферм, что должно помочь людям задуматься об употреблении мяса. |
4 | দুই সপ্তাহের পোস্টার প্রচারাভিযানটি আগামী ৯ এপ্রিল, ২০১৪ তারিখে শেষ হবে। | Двухнедельная постер-кампания завершится 9 апреля 2014 года. |
5 | গ্রুপটি এর জন্য সিঙ্গাপুরের ব্যস্ততম ট্রেন প্ল্যাটফর্ম সিটি হল মার্ট স্টেশনটি নির্বাচন করেছে। | Группа выбрала станцию метро Сити-Холл, одну из самых загруженных платформ Сингапура. |
6 | পোস্টার প্রচারাভিযানটি মূলত: টরন্টোতে করা হয়েছিল। | Изначально постер-кампания была проведена в Торонто. |
7 | গ্রুপটি প্রচারাভিযানের যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিয়েছে: | Группа объясняет, что стоит в основе кампании: |
8 | কুকুর এবং বিড়াল আমরা পছন্দ করি এবং ভালোবাসি; আমরা সেগুলোকে আমাদের বন্ধু, আমাদের সঙ্গী হিসাবে চিন্তা করি। | Собаки и кошки любимы и обожаемы; мы думаем о них как о наших спутниках, наших друзьях. |
9 | সেগুলোর অপব্যবহার অথবা অবিচারের খবর শুনলে আমরা অপমানিত বোধ করি। তাদের রক্ষার জন্য আইন তৈরি করি। | Мы чувствуем возмущение, когда слышим о насилии над ними, и призываем закон защитить их. |
10 | প্রকৃতপক্ষে, তাদের খেয়ে ফেলার ধারণাটি সবচেয়ে বেশি অকল্পনীয়। | В действительности, идея есть их будет просто немыслима для большинства. |
11 | বিপরীতভাবে, খামার পশু - যারা কুকুর এবং বিড়ালের মতো বুদ্ধিমান ও সংবেদনশীল - তাঁদের শুধু খাদ্য হিসাবে গণ্য করা হয়। | Напротив, животные с ферм - которые столь же умны, чувствительны и эмоциональны, как кошки и собаки, - рассматриваются только как еда. |
12 | প্রতিটি পোস্টারে পশুদের প্রতি অবমাননাকে তুলে ধরে চাষ পদ্ধতি সম্পর্কে তথ্য উপস্থিত রয়েছে: | Каждый постер содержит информацию о применяемых на фермах методах, что освещает насилие над животными: |
13 | অন্যান্যরা যখন পশুগুলোকে ‘খাদ্য' হিসেবে বিবেচনা করে পোস্টারগুলো তখন সচেতন ব্যক্তিদের সেগুলোকে ‘বন্ধু' হিসেবে ভাবার যুক্তিপূর্ণ বিবেচনার আহ্বান জানাচ্ছে। | |
14 | কারখানা চাষ পদ্ধতির কিছু মৌলিক তথ্য এবং প্রাসঙ্গিক পরিসংখ্যান প্রতিটি পোস্টারে অন্তর্ভুক্ত থাকবে। | Постеры предназначены для вызова рационального обоснования, что делает одно живое существо “другом”, а другое ” едой”. |
15 | নিরামিষাশী সোসাইটির তৈরি এই ইউটিউব ভিডিওটি প্রচারাভিযান পরিচালনার প্রয়োজনে তহবিল বাড়াতে গ্রুপটি ব্যবহার করছে। | Базовая информация о методах ведения сельского хозяйства и соответствующая статистика будут включены на каждый постер. |
16 | আমরা প্রাণীদের প্রতি কিরূপ আচরণ করি তা বিড়াল কল্যাণ সোসাইটির সভাপতি ভেরন লিউ জনগণকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে: | Это видео с YouTube от Вегетарианского общества группа использовала для сбора денег, необходимых для проведения кампании. |
17 | প্রাণীদের মাংস খাওয়া আমাদের পোষা প্রাণীকে ভালবাসার ক্ষেত্রে পশু প্রেমীদের জন্য প্রায়ই উভয়সঙ্কট তৈরি করে। | Верон Лау, президент Общества благополучия кошек, призывает общественность переосмыслить наше отношение к животным: |
18 | নিজেদের প্রশ্ন করুন, যদি আমরা যন্ত্রণা থেকে একজনকে বাঁচাতে যত্ন নিই, তবে কি আরেকজনের জন্য আমাদের একই কাজ করা উচিত নয় ? | Любить наши питомцев, но есть животных - это часто дилемма для многих любителей животных. |
19 | আমরা পশু প্রেমী হয় বা না হই না কেন, সহ-মনোযোগে বাস করার ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত। | Мы спрашиваем себя: если мы заботимся о спасении и защите одних от страданий, не должны ли мы делать тоже для других. |
20 | এটি আমাদের ভাবাবে যে আমাদের খাদ্য বা পোষা প্রাণীরা কোথায় থেকে আসছে ? কারণ, আমরা একটি খাদ্য শৃঙ্খলের একটি অংশ এবং আমাদের পছন্দের মাধ্যমে নৈতিক পরিবর্তনের প্রভাবিত যৌথ শক্তি আছে। | Любители животных мы или нет, мы должны сделать приоритетов жить осознанно, в том числе думая, откуда наша еда или питомцы пришли, потому что мы - часть цепи потребления и имеем коллективную силу влиять на этические изменения через наш выбор. |
21 | স্ট্রেটস টাইমসের কাছে দেওয়া এক সাক্ষাত্কারে ট্রেন যাত্রীদের মধ্যে হাবিব হাসান নামের একজন বলেছেন, তিনি এই প্রচারাভিযান সমর্থন করেন না: | Хабиб Хассан, один из пассажиров поезда, у которого The Straits Times взяли интервью, кампанию не поддерживает: |
22 | সিঙ্গাপুরে নিরামিষাশীরা একটি ছোট গ্রুপ। | Вегетарианцы - только маленькая группа в Сингапуре. |
23 | তাই তাদের প্রচারাভিযানের জন্য পাবলিক স্পেস ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া উচিত নয়। | Им нельзя позволять использовать общественные места для продвижения их дел. |
24 | এই বিজ্ঞাপন পরিষ্কারভাবে পক্ষপাতদুষ্ট এবং মানুষদের নিজেকে দোষী ভাবায়। | Эта реклама ясно предвзята и заставляет людей чувствовать вину. |
25 | আমি যা খেতে চাই তাই আমাকে খেতে দেওয়া উচিৎ। | Я должен быть в состоянии есть всё, что хочу. |
26 | নীচে নিরামিষাশী সোসাইটির ব্যবহৃত কিছু পোষ্টার: | Ниже несколько плакатов, использованных Вегетарианским обществом: |
27 | প্রচারাভিযানকে সমর্থন করে নিরামিষাশীদের তোলা সেলফি ছবি। | Selfie photo of vegetarians supporting the campaign. |