Sentence alignment for gv-ben-20080229-684.xml (html) - gv-sqi-20080225-5.xml (html)

#bensqi
1মরোক্কো: ফুয়াদ মুরতাদার জন্য কোন বিচার নেইMaroko: S'ka drejtësi për Fuad Murtada
2বিখ্যাত কারো নামে ফেসবুকে প্রোফাইল তৈরি করা কি অপরাধ?
3যদিও প্রায় সব নাম করা বিখ্যাত ব্যক্তির জন্য এটা করা হয়েছে ( জজ বুশ নাম দিয়ে খুঁজলে ৫০০ টি উদাহরণ পাওয়া যায়), কিন্তু যখন ফুয়াদ মুরতাদা মরোক্কোর রাজপুত্র মুলে রাশিদের প্রোফাইল তৈরি করেছে তখন সে একটা গর্হিত অপরাধ করেছে।
4গত সপ্তাহে সামি বেন ঘার্বিয়া গ্লোবাল ভয়েস এডভোকেসিতে জানিয়েছেন, গত ৫ই ফেব্রুয়ারি মুরতাদাকে গ্রেপ্তার করা হয়েছে যখন মরোক্কান কর্তৃপক্ষ ফেসবুকে রাজবংশের একজনের নকল প্রোফাইল পেয়েছে।
5২২শে ফেব্রুয়ারি তাকে তিন বছরের জেল (আর ১০০০ ডলার জরিমানা) করা হয়েছে।
6মরোক্কো আর অন্যান্য অন্চলের ব্লগাররা এতে ক্ষিপ্ত।
7লায়লা লালামি যিনি মুরতাদাকে নিয়ে দ্য নেশান পত্রিকায় একটি লেখা লিখেছিলেন, তার ব্লগে আশা প্রকাশ করেছেন যাতে বিচারের সময় সবার মাথা ঠান্ডা থাকে।
8মীরটাস, যিনি মুরতাদার জন্য ধর্মঘটে যাওয়া ব্লগারদের সাথে যোগদান করেছেন, বলেছেন: রায় বেরিয়েছে।A është krim krijimi i një profili për ndonjë subjekt të famshëm në Facebook?
9মরোক্কো তোমার জন্য একটা বিরাট পিছনের দিকের ধাপ, আমি আশা করি তুমি নিজেকে নিয়ে খুশি আছো!
10… আমি দ্বিতীয় প্রজন্মের মরোক্কান-ডাচ নাগরিক, আর আমি সনাতনপন্থী।
11আমি সব সময় আমার মরোক্কান ধারা নিয়ে গর্ব বোধ করি আর আমি সব সময় মরোক্কোর সাংবিধানিক রাজতন্ত্রকে আমাদের জাতীয় ঐক্যের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে নিয়ে সব সময় সম্মান করি।
12আমি সত্যি করে বলতে পারি যে জীবনে এই প্রথম সেই গর্ব আমার খুব হয়েছে।
13কিন্তু মরোক্কো নিয়ে আমার অনুভবে এখন শুধু দু:খ আর আশা ভংঙ্গতা। ফোর কন্টিনেন্ট ব্লগও ঘৃণা বোধ করেছেন আর বলেছেন:Edhe pse është krijuar për gati se çdo person të famshëm (një kërkim i shpejtë për George W.
14যদি আপনি বাক স্বাধীনতায় বিশ্বাস করেন…তাহলে এটা দেখে খবরটি অন্যকে দেন।
15ফেসবুকে কাউকে নকল করা অপরাধ হতে পারে না।
16তাছাড়া, লো জার্নাল হেব্দোর ওয়েবসাইট আবার বন্ধ করা হয়েছে আর তাদেরকে আরো জরিমানা করা হয়েছে পশ্চিম সাহারা নিয়ে কিছু লেখার জন্য।
17আমার কাছে বিস্তারিত নেই, কিন্তু স্কারলেট তাদের সাথে যোগাযোগ করছে আর সে কিছু লিখলে আমি লিংকটি দিয়ে দেব।
18একজন মন্তব্যকারীর কাছে বিষয়টির আইনগত দিকটি বিস্ময়কর মনে হয়েছে:
19যদিও বেশীরভাগ ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ ক্রিমিনাল না হয়ে সিভিল কোর্টের ব্যাপার হিসেবে ধরা হয়, আমার মনে হয় ক্রিমিনাল আইনগুলো যা ব্যক্তিগত স্বাধীনতার উপর কার্যকরী সিভিল আইনের চেয়ে বেশী অনমনীয়।
20বিশেষ করে ব্যক্তির পরিচয়ের ভুল প্রতিফলনের (পরিচয় রক্ষা করা) জন্য যে অপরাধ করা করেছে তার বদলে কোন আর্থিক লাভের ব্যাপার ছিল না, তাই বিবাদীর ডিফেন্স ছিল এটি অব্যবসায়িক কারণ।
21প্রথম সংশোধনী আইন নিয়ে উদাহরণ দেখা যায় যে প্রেস লোকের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করে, আর দেখা যায় যে সরকারী কর্মকর্তা আর জনপ্রিয় লোকেরা তাদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের প্রতিকার পান না মিডিয়ার এই প্রথম সংশোধনী জনিত সুবিধার কারনে।
22এর সাথে তুলনায় , বাক স্বাধীনতা হিসেবে দেখলে মনে হয় এখানে একজন আর একজনের বিরুদ্ধে আছে আর আপনি খবরের জন্য মানুষের যে আগ্রহ থাকে তা হারান।
23আমি জানি না সরকারি কর্মকর্তা আর জনপ্রিয় লোকদের ব্যাপারে যে প্রিসিডেন্স আছে তা এখান থেকে বাদ দেয়া যাবে কিনা।
24লোকটার জন্য একটা দু:খজনক পরিস্থিতি, কিন্তু আইনগত দিক থেকে বেশ চিত্তাকর্ষক।
25রেব যিনি মরোক্কোর ব্লগ নিয়ে গবেষণা করছেন তার ব্লগে বলেছেন:
26আমার খারাপ লেগেছে শুনে যে মরোক্কান ব্লগারদের প্রতিবাদের পরে ও ফুয়াদের ৩ বছরের শাস্তি হল।
27আমি জানি যে ফুয়াদ জেলে যাচ্ছে আর এইসব কথা তার পরিবার আর বন্ধুদের সান্তনা দেবে না কিন্তু যে সব ব্লগার তার পক্ষে কথা বলেছে তাদের হার মানলে চলবে না।
28তাদের চেষ্টা স্থানীয় আর আন্তর্জাতিক মিডিয়াতে প্রতিফলিত হয়েছে আর এর ফলে আরো বেশী লোক যারা নিগ্রীহিত হচ্ছে তাদের মতামতের জন্য তাদের হয়ে প্রতিবাদ করতে পারবে।
29আমার শুভেচ্ছা ফুয়াদ আর তার মার জন্য ।
30মরোক্কোর বাইরে, দ্যা সুদানিজ থিংকার ও অন্য যে কোন মরোক্কান ব্লগারের মতো চমকে উঠেছেন এই খবর শুনে:
31কেউ আমাকে দয়া করে বলেন এটা সত্যি না!
32এন্দ্রু ব্রেহম মন্তব্য করেছেন: আমার বিশ্বাস যে মরোক্কান সরকার এটা ভাবেই নি যে এটা একটা মজা , তারা দেখেছে যে একজন রাজপূত্রকে নকল করার চেষ্টা করছে।Bush jep më tepër se 500 resultate), kur Fuad Murtada zgjodhi të imitojë Princin Mulaj Rashid të Marokos, ai bënte një krim serioz.
33তিন বছর কম শাস্তি তারা যে দেখেছে বলে ভেবেছে তার জন্য।
34কিন্তু তিন বছর ( বা যে কোন জেল) একটা মজার জন্য মেনে নেয়া যায় না, যতই সেটাকে কেউ খারাপ রুচির মনে করুক।
35তাই যদিও আমি এটার জন্য মরোক্কর বিচার ব্যবস্থা নিয়ে চিন্তিত না, কিন্তু এই একটা উদাহরণ নিয়ে আমি চিন্তিত।
36আমি মনে করি যে তারা ভুল করেছে আর তাকে মুক্ত করে দেয়া উচিত।
37( জরিমানাটি আমার মনে হয় ঠিক আছে)।
38আর একজন মন্তব্য কারী মাইক বলেছে:
39এন্দ্রু মন্তব্য করেছে “তাই যদিও আমি এটার জন্য মরোক্কোর বিচার ব্যবস্থা নিয়ে চিন্তিত না,” আপনার চিন্তা করা উচিৎ।
40এটা এমন একটা ব্যবস্থা যেখানে নিয়মিত ভাবে বন্দি দের উপর অত্যাচার করা হয় বিচারের আগে।
41আপনি যখন বিচারের সম্মুখীন হবেন তখন ব্যাপারটা আপনি কাকে জানেন তাই নিয়ে, কি জানেন তা নিয়ে আর না।
42জর্ডান থেকে দ্যা ব্লাক আইরিস রেগে বলেছেন:
43আমি ঘটনাটি ফেব্রুয়ারীর প্রথম থেকে দেখছি আর ভাবছিলাম কখন মুরতাদাকে মরোক্কোর সরকার তাদের রাজপুত্রের নকল ফেসবুক প্রোফাইল তৈরি করার জন্য দায়ী করে।
44আমার মনে হয়েছিল যে এমন একটা তুচ্ছ জিনিষের জন্য তাকে ছেড়ে দেয়া হবে, যেহেতু সে রাজনৈতিক ব্যাপার নিয়ে ব্লগ করছিল না।
45সে তো বলেছেই যে এটা একটা রসিকতা ছিল আর সে একাউন্টটি মুছেও ফেলেছে।
46কিন্তু মনে হল যে মরোক্কোতে জর্ডানের মতো রাষ্ট্রের সম্মান খুব অল্পেতে খুন্ন হয়।
47ভেবে দেখেন আপনার জীবন থেকে তিন বছর চলে গেল এই অপরাধের জন্য।
48আপনার জন্য আমি প্রার্থনা করি মুরতাদা।
49মুরতাদার কেসের ব্যাপারে আরো জানতে , লিডিয়া বেয়ুদ ফরাসী ভাষায় মরোক্কান ব্লগের মন্তব্যগুলোর যে সংকলনটি করেছেন তা দেখুন।
50গওকার ব্লগে একটি চিত্তাকর্ষক রিপোর্ট আছে, হেল্প ফুয়াদ ওয়েবসাইটটি সব সময় আপডেট করা হচ্ছে, আর রয়টার্স এই খবরের পেছনে রয়েছে।
51আর অবশ্যই গ্লোবাল ভয়েসেস এডভোকেসিতে চোখ রাখবেন আপডেটের জন্য।