Sentence alignment for gv-ben-20110127-15131.xml (html) - gv-sqi-20110127-321.xml (html)

#bensqi
1মিশর: ভিডিওতে ২৫ জানুয়ারির বিক্ষোভEgjipt: Protestat e 25 janarit në video
2এই পোস্টটি মিশরের প্রতিবাদ বিক্ষোভ-২০১১ এর উপর করা আমাদের বিশেষ প্রতিবেদন-এর অংশ। মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোর রাস্তায় রাস্তায় এবং অন্য অনেক শহরে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।Demostruesit dolën nëpër rrugët e Kairos dhe të shumë qyteteve të tjera egjiptiane, të martën më 25 janar, që përkon me festën shtetërore, “Dita e policisë”, për të protestuar kundër sundimit autokratik 30 vjeçar të kryetarit Muhamed Hosni Mubarak.
3ঘটনাক্রমে ওই একই দিন, ২৫ জানুয়ারি তারিখটা ছিল “পুলিশ দিবস” এবং জাতীয় ছুটির দিন। এই বিক্ষোভ ছিল রাষ্ট্রপতি মুহাম্মদ হোসনি মুবারকের ৩০ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে।Duke i kopjuar protestat tuniziane që çuan në përmbysjen e, tanimë ish-kryetarit Zine El Abidine Ben Ali disa javë më parë, protestuesit i shfrytëzuan rrjetet sociale siç janë Facebook dhe Twitter për t'i koordinuar aktivitetet e tyre.
4এই বিক্ষোভের প্রচেষ্টা ছিল তিউনিশিয়ার বিক্ষোভের সমকক্ষ হওয়া, যে বিক্ষোভের মাধ্যম তিউনিশীয় নাগরিকরা কয়েক সপ্তাহ আগে তাদের প্রাক্তন রাষ্ট্রপতি জিনে এল আবেদিন বেন আলিকে ক্ষমতা থেকে অপসারণ করতে সক্ষম হয়।
5মিশরের প্রতিবাদকারীরা এই বিক্ষোভের কর্মকাণ্ডের সমন্বয় সাধন করার জন্য সামাজিক প্রচার মাধ্যম, যেমন ফেসবুক এবং টুইটারের ব্যবহার করছে।Sonte, rrjetet e lajmeve flasin për dhjetëra mijëra egjiptianë të vendosur në sheshin qendror të Kairos, El-Tahrir, dhe demonstratat janë paraparë të vazhdojnë të mërkurën.
6আজকে সংবাদপত্র সমূহ জানাচ্ছে যে এল-তাহরির নামে পরিচিত কায়রোর মূল কেন্দ্র প্রায় ১০ হাজার মিশরীয় নাগরিক জড়ো হবার কথা, এবং তারা বলছে যে, বুধবার পর্যন্ত বিক্ষোভ চলবে।
7অনেকে পর্যবেক্ষক উল্লেখ করেছে যে মূল ধারার সংবাদ মাধ্যমগুলো এই বিক্ষোভের তেমন একটা সংবাদ প্রচার করেনি।Shumë vëzhgues e vërejtën mungesën e mbulimit të protestave nga rrjetet kryesore të lajmeve. Mbulimi nga Al-Xhazira ishte në veçanti shumë i vogël.
8তবে আলজাজিরার সংবাদ ছিল উল্লেখযোগ্য ভাবে দুর্বল।Qytetarët gazetarë i furnizonin njerëzit në Internet me video nga demonstratat.
9নাগরিক সাংবাদিকরা বিক্ষোভের কেন্দ্রস্থলের অবস্থান করে, এর ভিডিও দৃশ্য ধারণ করে বিভিন্ন সাইটে উঠিয়ে দিয়ে, নেট নাগরিকদের এই ঘটনার উপর নানা সংবাদ প্রদান করেছে।
10নির্দিষ্ট সমাবেশ স্থানে শত শত জনতা জড়ো হতে থাকে এবং ধীরে ধীরে তারা বড় বড় দলে পরিণত হয়, যারা বিক্ষোভ সমাবেশে যাত্রার জন্য সাফল্যের সাথে পুলিশের তৈরি করা বাঁধা ভেঙ্গে ফেলতে সক্ষম হয়। যেমনটা আপনারা নীচের এই ভিডিওতে দেখতে পাবেন।Njerëzit të bashkuar në qindra në disa sheshe publike, dalëngadalë u grumbulluan për të formuar grupe të mëdha të marshuesve të cilët arritën ta thejnë kordonin policor siç mund të shihet në këtë video të postuar nga lukasjakubicka:
11লুকাসজাকুবিকা এই ভিডিওটি পোস্ট করেছে: বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হয়।Protestat filluan ashtu siç duket në këtë video (me zë të prishur), të postuar nga ramzyam i cili komenton:
12যেমনটা নীচের এই ভিডিও প্রদর্শন করছে (ভিডিওর শব্দ তেমন পরিষ্কার নয়)।Shumë të civilizuar dhe të mbrojtur nga forcat policore egjiptiane.
13এই ভিডিওটি পোস্ট করেছে রামজাইয়াম।http://www.youtube.com/watch?
14তিনি মন্তব্য করেছেন:v=WCvFVJ46P_o
15প্রতিবাদকারীরা খবুই শান্ত হয়ে রয়েছে এবং মিশরীয় পুলিশের নিরাপত্তায় রয়েছে। http://www.youtube.com/watch?Kjo video tjetër, e postuar nga no2again, tregon më shumë protestues duke bërtitur në mënyrë paqësore në mes tjerash: “Poshtë, poshtë me Hosni Mubarakun!”, “Sigurimi shtetëror?
16v=WCvFVJ46P_oSigurimi shtetëror?
17অন্য ভিডিও, যা পোস্ট করেছে নো২এগেইন, এটি আমাদের প্রদর্শন করছে যে, আরো কয়েকজন প্রতিবাদকারী অন্য সব স্লোগানের সাথে কিছু শান্তিপূর্ণ স্লোগান দিয়েছে: হোসনি মোবারক নিপাত যাক!”, রাষ্ট্রীয় নিরাপত্তা?
18রাষ্ট্রীয় নিরাপত্তা কোথায়?Nuk kemi shtet e as siguri!”:
19আমাদের কোন রাষ্ট্র নেই, কোন নিরাপত্তা নেই!”:
20সংবাদ জানা গেছে যে, কায়রোতে দাঙ্গা পুলিশের সমাবেশ ঘটানো হয়েছে, দৃশ্যত দেশটির রাজধানীতে এক বিশাল গণ বিক্ষোভের আয়োজন করা হয়, যেমনটা মাদারঅফদিট্রাইবের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে:Thuhej se policia speciale ishte vendosur në Kairo, në kryeqytet, që paraqiste një përpjekje të qartë për t'i frikësuar protestuesit, siç mund të shihet në këtë video të postuar nga motherofthetribe:
21শীঘ্রই দাঙ্গা পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের সংবাদ ছড়িয়ে পড়তে শুরু করে।
22এই ভিডিওটি পোস্ট করেছে মিডোগনপাপা: নীচের এই ভিডিও পোস্ট করেছে এমএফএমএগি।Së shpejti filluan të përhapen lajmet për përleshjet me policinë speciale.
23নীচের এই ভিডিও পোস্ট করেছে এমএফএমএগি।Kjo video është postuar nga Midogonpapa:
24এতে দেখা যাচ্ছে জল কামান পরিবাহী এক ট্যাঙ্কের সামনে এক তরুণ দাঁড়িয়ে, যেমন চীনের তিয়েন আন মেন স্কোয়ারের সামনে এক তরুণ এক ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে ছিল।
25প্রতিবাদকারীদের ধাওয়া করার ক্ষেত্রে সে উক্ত ট্যাঙ্কের সামনে এক প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এই ভিডিওটি পোস্ট করেছে মি:পিপলনিউজ।Në këtë video, të postuar nga MFMAegy, një i ri qëndron para kamionit me top uji, në stilin e njeriut para tankut në Tianenmen, duke e ndaluar atë para protuestuesve të ndjekur:
26যা আমাদের মনে করিয়ে দেয় তিউনিশিয়ার প্রতিবাদকারীদের কথা, যারা তাদের রাষ্ট্রপতির ছবি নামিয়ে তা ছিঁড়ে ফেলেছিল:Kjo video, e postuar nga MrPeopleNews, t'i përkujton protestuesit tunizianë duke i grisur portretet e kryetarit të tyre:
27এই একই ঘটনা কায়রোর অনেক এলাকায় ঘটেছে। যেমনটা দেখা যাচ্ছে বি৭এআরওয়াই-এর পোস্ট করা ভিডিওতে:Skenë e ngjashme është përsëritur në shumë lagje të Kairos, siç mund të shihet nga kjo video e postuar nga Ba7ary:
28সেই দিনেই এই ঘটনার কিছুক্ষণ পরে বিক্ষোভকারীরা কায়রোর প্রধান কেন্দ্র এল তাহরির স্কোয়ারে এসে জমা হয়।Më vonë gjatë ditës, protestuesit u mblodhën në sheshin qendror El-Tahrir të Kairos, të rrethuar nga kordone të policisë speciale.
29সে সময় তাদের চারপাশে দাঙ্গা পুলিশ এক প্রতিবন্ধকতা তৈরি করে, তাদের ঘিরে রাখে।Ata bërtisnin “Njerëzit duan ta rrëzojnë këtë regjim”, siç shihet në këtë video të postuar nga nadiaharoun:
30তখন বিক্ষোভকারীরা আওয়াজ তোলে, “জনগণ এই স্বৈরশাসনের অবসান চায়”, যেমনটা নাদিয়াহারুন এর পোস্ট করা এই ভিডিওতে এ সব দৃশ্য দেখা যাচ্ছে:Natën vonë, arritën lajmet për përleshjet e ashpra ndërmjet të policisë speciale dhe protestuesve që refuzuan të largoheshin nga sheshi El-Tahrir.
31সেদিন রাতে, যে সমস্ত বিক্ষোভকারী এল তাহরির স্কোয়ার ত্যাগ করতে অস্বীকার করে, তাদের সাথে দাঙ্গা পুলিশের এক প্রচণ্ড সংঘর্ষের সংবাদ পাওয়া যায়।