# | ben | sqi |
---|
1 | জিও-বম্বিং: ইউটিউব+গুগল আর্থ | Gjeobombardimi: YouTube + Google Earth |
2 | জিও-বম্বিং | Shkarkoj “Gjeobombardimi: YouTube + Google Earth“ |
3 | জিও বম্বিং হচ্ছে এমন একটি কৌশল যার দ্বারা আপনি আপনার ইউটিউব ভিডিওর প্রচার করতে পারবেন গুগল ম্যাপস এবং এবং গুগল আর্থের মত ম্যাপিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে। | |
4 | এখন আপনারা আপনার জিওট্যাগ করা ভিডিও গুগল আর্থ এবং গুগল ম্যাপের ভেতরেও দেখতে পারবেন। গুগল আর্থ/ম্যাপস এর ইউটিউব লেয়ার অপশন অন করা থাকলে যে কোন জিও ট্যাগ করা ইউটিউব ভিডিও সেখানে দেখা যাবে। | Gjeobombardimi është një teknikë që mund të shfrytëzohet për të mundësuar shpërndarje më efektive të video fushatave tuaja nga YouTube nëpërmjet aplikacioneve për harta të Google siç janë Google Maps dhe Google Earth. |
5 | এই শক্তিশালি পদ্ধতি কিভাবে আপনি প্রয়োগ করবেন তার একটি সহায়িকা নিন্মে দেয়া হল: ১ - আপনার ভিডিওকে জিও ট্যাগ করবেন: | Tani ju mund t'i shihni videot tuaja me etiketë gjoegrafike brenda në Google Earth dhe Google Maps. |
6 | ইউটিউবে আপনার ভিডিও আপলোড করার সময় আপনার ভিডিওকে জিও ট্যাগ করতে পারবেন একটি স্থান দিয়ে: | Çdo video YouTube me etiketë gjeografike do të paraqitet kur shtresa për Youtube në Google Earth/Maps është e aktivizuar. |
7 | যখন স্থানটি রেকর্ড হয়ে যাবে এবং ভিডিও আপলোড শেষ হবে, এটি গুগল আর্থেও চলে আসবে। | Përdorimi i suksesshëm i teknikës së gjeobombardimit |
8 | ২ - কিভাবে জিও ট্যাগ করা ইউটিউব ভিডিও গুগল আর্থে দেখা যাবে? গুগলের ইউটিউব লেয়ার চালু করতে গুগল আর্থ প্যানেলের বাম দিকের “লেয়ার্স” মেনুতে যেতে হবে। | Kjo teknikë është shfrytëzuar nga aktivistët tunizianë nga blogu kolektiv Nawaat.org (Bërthama) për t'i lidhur dhjetëra video dëshmi të të burgosurve politikë tunizianë dhe mbrojtësve të të drejtave të njeriut, me lokacionin e pallatit presidencial të Tunisit në Google Earth. |
9 | লেয়ার্স ট্রির গ্যালারী নোডে গেলে ইউটিউব লেয়ারটি উন্মুক্ত হবে। ইউটিউব শিরোনামটির বাম পাশের বক্সে টিক চিহ্ন দেয়ার পরে ম্যাপের অনেক স্থানেই ইউটিউব আইকনটি দেখা যাবে। | Tani, kur fluturoni mbi pallatin presidencial të Tunisit në Google Earth do ta shihni atë të mbuluar me video të njëjta për liritë qytetare, që Ben Aliu përpiqej t'i pengonte qytetarët tunizianë që përdorin Internetin t'i shihnin ato, duke i bllokuar dy web-faqet e famshme për ndarje të videove, Youtube dhe DailyMotion. |
10 | নাওয়াত. | Vlerësime |
11 | অর্গ (শেকড়) নামক গ্রুপ ব্লগের তিউনিশিয়ান অ্যাক্টিভিস্টরা এই প্রযুক্তি ব্যবহার করেছে যার মাধ্যমে তারা তাদের দেশের রাজনৈতিক বন্দীদের এবং মানবাধিকার কর্মীদের জবানবন্দীর ভিডিওগুলোকে গুগল আর্থের তিউনিশিয়ার রাষ্ট্রপতির প্রাসাদের সাথে সংযুক্তি ঘটিয়েছে। | |
12 | এখন, আপনি যদি গুগল আর্থে গিয়ে তিউনিশিয়ার রাষ্ট্রপতির প্রাসাদটি পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন যে এটি ভরে রয়েছে বিভিন্ন মানবাধিকার সংক্রান্ত প্রতিবাদের ভিডিও দিয়ে যেগুলো রাষ্ট্রপতি বেন আলী তিউনিশিয়ানদের দেখতে দিতে চান না ইউটিউব আর ডেইলি মোশনের মত ভিডিও ওয়েবসাইটকে ব্লক করে রেখে। | |
13 | দেখুন গুগল আর্থে তিউনিশিয়ার রাষ্ট্রপতির প্রাসাদে অন্তর্জালিক প্রতিবাদ: আপনি এই গুগল আর্থের কেএমজেড (কিহোল মার্কআপ জিপ) ফাইলটি ডাউনলোড করতে পারেন যা গুগল আর্থ চালু করবে (আপনার কম্পিউটারে এটি ইনস্টল করা থাকতে হবে) এবং আপনাকে কার্থেজ রাষ্ট্রপতি প্যালেসে উড়িয়ে নিয়ে যাবে। | |
14 | তিউনিশিয়ার রাষ্ট্রপতির প্রাসাদে অন্তর্জালিক প্রতিবাদ (ডাউনলোড করুন) | |
15 | তিউনিসিয়ার অ্যাক্টিভিস্ট এবং তাদের শুভাকাঙ্খীরা একটি “অন্তর্জালিক প্রতিবাদ” এর আয়োজন করেছে গুগল আর্থে তিউনিশিয়ার রাষ্ট্রপতির প্রাসাদটির ছবির উপর বেশ কিছু ভিডিওর সংযোজন ঘটিয়ে। | |
16 | এভাবেই অজানা মানবাধিকার লঙ্ঘনে সংক্রান্ত প্রতিবাদ একটি ফ্যাশন সচেতন বৈশ্বিক ক্যাম্পেইনে পরিনত হলো। | |
17 | দি ইকোনমিস্ট: স্বৈরাচাররা ব্লগারদের জেলে বন্ধ করে রাখতে পারেন কিন্তু তাদের বুদ্ধির কাছে তাদের হারতেই হয়। | |
18 | এটি বেশ লক্ষ্যনীয় যে গুগল আর্থ বম্বিং খুবই কম ব্যবহৃত হয়েছে, যদিও এই অ্যাপ্লিকেশনটি বেশ জনপ্রিয়(.. )। তাই এখন সময় এসেছে “গুগল জিওবম্বিং” বা “গুগল আর্থ বম্বিং” কে সংজ্ঞায়িত করার। | Aktivistët tunizianë dhe përkrahësit e tyre organizuan një “protest digjitale”, duke i lidhur një duzinë videosh për liritë qytetare me fotografinë e pallatit presidencial në Google Earth. |
19 | যদিও সেই সংজ্ঞা একটু কম রসালো হবে কিন্তু অস্বীকার করার উপায় নেই যে “গুগল জিওবম্বিং” স্বল্পখরচে গণসংযোগের একটি মাধ্যম হিসেবে দাড়িয়েছে। | Në këtë mënyrë, një tregim me përmasa të vogla për të drejtat e njeriut u shndërrua në fushatë elegante globale. |
20 | ওগল আর্থ: মুক্ত তিউনিশিয়ার জন্যে “গুগল আর্থ বম্বিং” | The Economist. |
21 | এই অনলাইন ক্যাম্পেইন শুধু ভিডিও শেয়ারিং সাইটগুলোর উপর সরকারী বিধিনিষেধকেই উপেক্ষা করে না বরং এটি সেইসব বিদেশীদের কাছেও এই বার্তা পাঠাতে সক্ষম হয় (যারা অন্যভাবে হয়ত জানত না) যে তিউনিশিয়াতে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে। এই প্রথম বারের মত তিউনিশিয়ার অন্তর্জালিক পর্যটকরা ঐতিহাসিক স্থান এবং সুন্দর সমুদ্র সৈকতের পাশাপাশি দেশের এক কলন্কময় দিকও দেখতে পাবে। | Është për t'u çuditur se sa pak bombardim ka pasur deri tani me Google Earth, duke pasur parasysh reputacionin e lartë të këtij aplikacioni (…) Është koha për t'i definuar termet “Gjeobombardim me Google” ose “bombardim me Google Earth”, atëherë (…) Edhe sikur definicioni të jetë jo shumë i qartë, nuk ka dyshim se gjeobombardimi me Google është një mundësi e shkëlqyer dhe e lirë për reklamim gueril. |
22 | ক্রাইম রিপোর্ট: তিউনিশিয়ার রাষ্ট্রপতির প্রাসাদে ভার্চুয়াল প্রতিবাদ | |
23 | এডভোকেসী ২. | Ogle Earth |
24 | ০ গাইড: ডিজিটাল অ্যাডভোকেসীর জন্যে বিভিন্ন টুল এ আরও রয়েছে | |
25 | জিও-বম্বিং: ইউটিউব+গুগল আর্থ | |