# | ben | swa |
---|
1 | ইউক্রেন: “আমার কোলেই মারা গেল এক তরুণ” #ইউরোময়দান | |
2 | ইউক্রেনের রাজধানী ক্রিয়েভের গ্লোবাস শপিং স্টোরের ছাদ থেকে নেয়া স্বাধীনতা চত্ত্বরের ছবি (১৯ ফেব্রুয়ারি)। | |
3 | ছবি তুলেছেন আনাস্তাশিয়া ভ্লাসোভা। | |
4 | স্বত্ত্ব: ডেমোটিক্স। ঘটনা আঠারো ফেব্রুয়ারি, মঙ্গলবারের। | Ghasia za Ukraine: “Kijana Alifia Mikononi Mwangu” |
5 | সেদিন বিক্ষোভকারীদের সাথে পুলিশের চরম সংঘর্ষ চলছে। গুলিতে মারা গেছেন ২৫ জন। | The view over Independence Square from the roof of Globus shopping center in Kyiv, Ukraine (February 19) Photo by Anastasia Vlasova © Copyright Demotix |
6 | আর আহত হয়েছেন কয়েক হাজার প্রতিবাদী জনতা। | |
7 | সেই দিন ইউক্রেনের কিয়েভের এক শিক্ষার্থী সকাল থেকে মধ্য রাত পর্যন্ত টু্ইটারের মাধ্যমে তুলে ধরেন ঘটনার জলজ্যান্ত চিত্র। | |
8 | এই দিন ইউক্রেনের সংসদ প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ক্ষমতা কমাতে ব্যর্থ হয়। | |
9 | গত তিন মাস ধরে স্বাধীনতা চত্ত্বরের আন্দোলনকারীদের মূল দাবি ছিল এ্টাই। ঘটনার দিন দিন স্বাধীনতা চত্ত্বরেই ছিলেন মিরা_এমপি (@Mira_mp)। | Mwanafunzi jijini Kyiv, Ukraine alitwiti kuanzia alfajiri mpaka usiku wa manane wakati wa siku ya mapigano kati ya waandamanaji na polisi yalisababisha vifo zaidi ya 25 na mamia wengine wakijeruhiwa. |
10 | সেখানে যেসব ঘটনা ঘটেছিল, তার প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। তাছাড়া আহতদের সাহায্য করার জন্য সেখান থেকে হাসপাতালেও ছুটে গিয়েছিলেন। | Siku ya leo, Februari 18, 2014, Bunge la Ukraine limeshindwa kudhibiti mamlaka ya Rais Viktor Yanukovych, mlengwa mkuu wa maandamano hayo yaliyoendelea kwa miaezi mitatu kwenye viwanja vya Maidan Nezalezhnosti. |
11 | তিনি সেসব ঘটনা নিয়ে টুইট করেছিলেন। সেখান থেকে কিছু নির্বাচিত টুইট তুলে ধরা হলো। | Hapa chini ni twiti zilizochaguliwa na @Mira_mp ambaye ni shuhuda wa matukio hayo, na baadae akijitolea kuwasaidia wajeruhi hospitali. |
12 | তার প্রথম টুইটেই ফুটে উঠে সংঘর্ষ শুরুর দিকের অবস্থা: | Twiti zake za kwanza zinaonyesha sura kamili ya namna mapigano yalivyoanza: |
13 | মনে হচ্ছে, গ্যাসের রাজ্যে নিশ্বাস নিয়ে বাঁচতে হবে। রুসেভস্কোগোতে টায়ার জ্বলছে। | Inaonekana kama nitavuta hewa iliyojaa moshi wa mabomu ya kutoa machozi, kwa mara nyingine. |
14 | (মাস খানেক আগে এখানেই প্রথম সংঘর্ষ হয়েছিল)। | Kwenye mtaa wa Hrushevskogo [ambako mapigano yalianzia mwezi uliopita] matairi yanachomwa tena) |
15 | মারিনস্কি পার্কে সমবেত জনতা টিটুস্কিদের (বিক্ষোভকারীদের সাথে লড়তে সরকার এদের ভাড়া করেছে) “দাস” বলে গালি দিচ্ছে, তাদের টাকা দেখাচ্ছে। | Kwenye bustani ya [Mariinsky] watu wanapiga kelele “watumwa!” kwa titushki [wahuni waliokodiwa na serikali kuwapiga na kuwadhalilisha waandamanaji] na kuwaonyesha noti)) wanakasirika na kuondoka |
16 | এ ঘটনায় লজ্জা পেয়ে তারা চলে গেছে। | Hema kwenye bustani ya [Mariinsky] linaungua sasa hivi. |
17 | মারিনস্কি পার্কে একটি তাঁবু জ্বলছে। সাধারণ জনতা বুঝতে পারছে না এখানে আসলে কী ঘটছে। | Kwa ujumla, haijulikani nini kinaendelea hapa na mtandao wa simu za mkononi unapatikana kwa shida. |
18 | একটি মাত্র মোবাইল নেটওয়ার্কের সংযোগ রয়েছে। | Twiti zake zilizofuatia alizituma akiwa anaelekea hospitali. |
19 | তার পরের টুইট হাসপাতালে রওনা হওয়ার। সংসদ ভবনের কাছে আন্দোলনকারীদের ওপর পুলিশ এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর ক্র্যাকডাউনের পরের ঘটনা এটা। | Muda halisi unaonyesha kwamba ilikuwa ni baada ya polisi na vikosi maalumu vya kutuliza ghasia vilipoanza kupambana na waandamanaji karibu na jengo la Bunge. |
20 | আমরা এখন হাসপাতালে যাচ্ছি। | Tunaelekea hosptali. |
21 | বাবা'র দুই বন্ধু মারাত্মকভাবে আহত হয়েছেন। তারা মাথায় এবং হাতে আঘাত পেয়েছেন। | Marafiki wawili wa baba yangu wamejeruhiwa vibaya -mmoja kichwani na mwingine mononi. |
22 | এই বিপ্লব একটি যুদ্ধে পরিণত হচ্ছে। | Mapinduzi haya yanageuka kuwa vita. |
23 | যারা জখম হয়েছেন পুলিশ তাদের গ্রেফতার করতে পারে বলে আশংকা করা হচ্ছে। | Kuna wasiwasi kuwa polisi wanaweza kuanza kuwakamata wale wanaotoa taarifa za majeruhi, na akatwiti: |
24 | তিনি টুইট করেছেন: | Labda inawabidi kutokwenda hosptali. |
25 | আমরা বোধহয় হাসপাতালে যাবো না। | Waishie kwenye duka la dawa, watibu majeraha yao na warudi nyumbani. |
26 | একটি ঔষধের দোকান আঘাতপ্রাপ্ত স্থানে চিকিত্সাসেবা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দিলাম। | |
27 | এরপরে ময়দানে ফিরে গিয়ে সংসদের ঘটনার প্রতি নজর দেন। | Baadae, alirudi Maidan kufuatilia matukio yanayoendelea bungeni. |
28 | এখন আবার ময়দানে ফিরে এসেছি। | Sasa tumerudi Maidan. |
29 | আশা করি বো দ্রুতই জ্ঞান ফিরে পাবে। | Ninaamini Bo amepata fahamu tena, ana jeraha kichwani. |
30 | সে মাথায় আঘাত পেয়েছে। আমরা সংসদের সরাসরি সম্প্রচার দেখছি। | Tulikuwa tunatazama matangazo ya moja kwa moja kutoka [bungeni]. |
31 | কিছু বৃদ্ধা মহিলা বলছেন: “এরা বদমাইস। আজকে এরা সমস্যায় পড়বে।” | Bibi mmoja anasema: “Hawa ni wapumbavu ambao wajirani zangu waliwapigia kura? leo watakuwa kwenye matatizo!” |
32 | বৃদ্ধ মহিলাদের খুব পছন্দ হলো। | Ninawapenda watu wa namna hii!) |
33 | ময়দানে বসে জনতা সরাসরি সম্প্রচার দেখছে। | [Watu] wanafuatilia matangazo ya Maidan. |
34 | যেসব নারী এবং পুরুষ হেলমেট বা অন্যান্য নিরাপত্তামূলক পোশাক পরেননি, তাদের ময়দানে ঢুকতে দেয়া হচ্ছে না। | Wanawake kwa wanaume bila [kofia za kukinga kichwa na nguo nyingine za kujikinga] hawaruhusiwi kuingia. |
35 | সংসদের স্পিকারকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয়েছে। | Rybak [Spika wa Bunge] amechukuliwa na gari la wagonjwa. |
36 | আন্দোলনকারীদের প্রতিক্রিয়া ছিল: এটা কী অ্যাম্বুলেন্স ছিল তা কে জানে? | Hasira za waandamanaji -hivi kuna anayejua gari hilo ni lipi? inabidi tusherehekee! |
37 | আমরা ককটেল নিক্ষেপ করবো! | Watu watatu [waliripotiwa] kuuawa. |
38 | তিনজন প্রতিবাদকারী মারা গেছেন। | Maandamano ya amani yamegeuka kuwa vita. |
39 | একটি শান্তিপূর্ণ আন্দোলন যুদ্ধে রূপ নিলো। | |
40 | বিশেষ নিরাপত্তা বাহিনী বারকুট আমাদের ওপর গুলি চালিয়েছে। গ্লোবাস থেকে পাথর ছুঁড়েছে। . | Berkut [kikosi cha kutuliza gahsia] wanaturushia risasi hovyo na wanarusha mawe kutokea kwenye eneo la maduka ya Globus. |
41 | রাস্তায় প্রচুর মানুষ। | Kundi kubwa la watu wako mtaani. |
42 | মেট্রো বন্ধ হয়ে গেছে। মানুষজন হেঁটে ময়দানে আসছেন। | Treni imesimamisha huduma zake, watu wengi wanatembea kuelekea Maidan. |
43 | ৬টা বাজতে আর মাত্র ৭ মিনিট বাকি [ময়দান ছাড়তে আন্দোলনকারীদের প্রতি সরকারের বেঁধে দেয়া সময়সীমা]। | saa 12 kasoro dakika 7 [saa ya mwisho ambayo serikali iliweka kwa waandamanaji kuondoka]. |
44 | আমি খুব গর্ববোধ করছি যে, কেউ ময়দান ছেড়ে যায়নি! | Ninajivunia bila kipimo kila mtu aliyeendelea kubaki Maidan! |
45 | এখানে অনেক বয়স্ক লোক এবং নারী রয়েছেন! | Kuna wazee na wanawake hapa! |
46 | স্পেশাল বাহিনী আক্রমণের কারণে বিভিন্ন দিক থেকে আহত হওয়ার খবর আসছে। | Kwa jinsi polisi wa kutuliza ghasia wanavyoshambulia Maidan majeruhi kadhaa waliripotiwa maeneo yote. |
47 | আন্দোলনকারীরা নারী এবং শিশুুদের সংঘর্ষ থেকে বের হয়ে যাওয়ার আহবান জানিয়েছেন । | Waandamanaji waliwaomba wanawake na watoto kuondoka kwenye maeneo yenye ghasia. |
48 | আমি বাসায় বসে থাকতে পারছি না। | Siwezi kukaa nyumbani. |
49 | শোভকোভিচার হাসপাতালে যাচ্ছি। | Naenda hospitali kwenye mtaa wa Shovkovycha. |
50 | আমি বাবা-মা এবং ড্যানের সাথে মিথ্যা বলতে পারবো না। তবে আমি ময়দান থেকেও দূরে থাকতে পারবো না। | Siwezi kuwadanganya wazazi na Dan. Lakini siwezi kukaa mbali na eneo la Maidan vile vile. |
51 | আমি মোবাইল ফোন বন্ধ করে রাখছি। | Zima simu na hakuna swali litaulizwa. |
52 | আমাকে কোনো প্রশ্ন করবেন না। | Twiti yake iliyofuata ilikuwa ni wakati ametoka hospitali. |
53 | তার পরের টুইট ছিল হাসপাতাল থেকে। | Madaktari hawajasema lolote kuhusu hali ya Bo. |
54 | বো'র অবস্থা নিয়ে ডাক্তার কিছুই বলছেন না। | Siwezi kusoma habari mpya kwenye [twita] na betri yangu imekwisha. |
55 | আমি টুইটারে আপডেট পড়তে পারছি না। | Nitakutana navyi huko |
56 | আমার ফোনের ব্যটারির চার্জ শেষ হয়ে যাচ্ছে। দেখা হবে ময়দানে। | Tumekuja hospitali chumba namba 17. Kuna idadi kubwa sna ya majeruhi hapa! |
57 | আমরা সতের নম্বর হাসপাতালে এসেছি। এখানে অনেক আহত ব্যক্তি এসেছেন। | Wakazi wa jiji la Kyev wamekuja na kuwachukua wale wenye majeraha madogo |
58 | যারা সামান্য আহত হয়েছেন, তাদের ঘরে নিয়ে যেতে ক্রিয়েভবাসী এগিয়ে আসুন। | |
59 | অনেক অনেক রক্ত আর মৃতদেহ। | Damu inatiririka na miili ya watu waliokufa imetapakaa. |
60 | এটা আমার জীবনের সবচে' ভয়ের রাত। একজন তরুণের মাথায় এবং পেটে গুলি লেগেছে। | Huu ni usiku wa kuogofya kuliko siku zote kwenye maisha yangu. |
61 | সে আমার কোলেই মারা গেল। | Kijana aliyepigwa risasi kichwani na tumboni amefia mkononi mwangu. |
62 | আমি এই রাতের কথা জীবনেও ভুলবো না। | Sitausahau usiku huu. |
63 | এই পোস্ট আমাদের ইউক্রেনের #ইউরোময়দান প্রতিবাদের বিশেষ কাভারেজের অংশ। . | Posti hii ni sehemu ya habari zetu maalumu kuhusu Ghasia za Ukraine. |