Sentence alignment for gv-ben-20141024-45309.xml (html) - gv-swa-20141022-8282.xml (html)

#benswa
1জলবায়ু পরিবর্তনের প্রতিবাদে প্যাসিফিক অঞ্চলের দ্বীপবাসীরা অস্ট্রেলিয়ার বন্দরে কয়লার জাহাজ অবরোধ করেছেWenyeji wa Visiwa vya Pasifiki Waizuia Meli za Makaa ya Mawe Kupinga Mabadiliko ya TabiaNchi
2ছবিতে দেখা যাচ্ছে, নিউক্যাসল বন্দরে প্যাসিফিক অঞ্চলের দ্বীপগুলোর ১২টি সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত হয়েছেন।Picha ikionesha matukio kwenye bandari ya Newcastle ambapo wawakilishi wa mataifa 12 ya nchi visiwa vya Pasifiki walifika kupaza sauti ya uelewa wa mabadiliko ya tabia nchi kwa kuzuia safari za meli za makaa ya mawe.
3তারা এখানে এসে কয়লার জাহাজ অবরোধের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরির কাজ করছেন।
4৩৫০. অর্গ প্রতিষ্ঠানের জন্য ছবি তুলেছেন ডিন সিওয়েল/ওকুলি।Picha imepigwa na Dean Sewell/Oculi wa 350.org.
5শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪।Ijumaa, 17 Oktoba 2014.
6অ্যারন প্যাকার বৈশ্বিক জলবায়ু আন্দোলন বিষয়ক সংগঠন ৩৫০. অর্গ-এর জন্য এই প্রতিবেদনটি লিখেছেন।Makala haya yameandikwa na Aaron Packard kwa ajili ya 350.org, shirika linajenga harakati za tabianchi duniani, na imechapichwa kwa mara nyingine kwenye mtandao wa Global Voices kama sehemu ya makubaliano ya ushirikiano wa kimaudhui.
7কনটেন্ট শেয়ারিং চুক্তির আওতায় গ্লোবাল ভয়েসেস-এ প্রতিবেদনটি পুনর্প্রকাশ করা হলো। বিশাল বিশাল কয়লাবাহী জাহাজগুলো অস্ট্রেলিয়ার নিউক্যাস্ট্রল বন্দরে নোঙর করে আছে।Mashujaa wa 350.org wa tabianchi ya Pasifiki wamevamia bandari ya Newcastle, wakifuatwa na mamia wa wa-Australia na kupambana na meli kubwa za makaa yam awe mnamo ktoba 17. Tukio hilo linaweza kufananishwa na hadithi ya Daudi na Goliati.
8তবে সেগুলো যেন সেখান থেকে আর কোথাও যেতে না পারে, সেজন্য অবরোধ করতে কাঠের নৌকা চালিয়ে সেখানে গেছে ৩৫০.Ujasiri wa mashujaa hao ulionekana pale walipokikabili kiwanda cha mabaki ya viumbe wa kale, ambacho kinaathiri makazi yao.
9অর্গের জলবায়ু সৈনিকরা। আর তাদের সাথে যোগ দিয়েছে অস্ট্রেলিয়ার আরো শ'খানেক মানুষ।Kwa kutumia ngalawa zilizotengenezwa kwa mkono, na kwa ushirikiano wa makumi ya wenyeji wa Australia, waliweza kuzuia meli kumi zilizokuwa zimepangwa kupita kwenye bandari ya Newcastle.
10ইয়া বড়ো জাহাজগুলোর পাশে ক্ষুদ্র ক্ষুদ্র নৌকা দেখে যে কারো ডেভিড বনাম গোলিয়াথের কথা মনে পড়বে।Lakini lililo muhimu zaidi, mashujaa hao walisimama na ujumbe wao ulisikika vyema na kwa ufanisi: hawakuwa wakileta vurugu wala kupambana.
11শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪-এ ঘটনাটি ঘটে।Kadri mashujaa hao wanavyoendelea na safari yao, hebu tusaidie kusimulie hadithi yao -sambaza habari yao kwa rafiki zake .
12জলবায়ু সৈনিকদের কাণ্ড দেখে সবাই তো অবাক।Wataendelea kupambana, lakini hawawezi kushinda wakiwa peke yao. Hivi ndivyo ilivyokuwa:
13কারো কারো প্রশ্ন, এই সাহস তারা কই থেকে পেল! আসলে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি শিল্প তাদের বসতবাড়ি হুমকির মুখে ফেলে দিয়েছে।Picha zikionesha hali ya mambo kwenye Bandari ya Newcastele mahali walikokuwepo raia wa nchi 12 zilizopo ndani ya bahari ya Pasifiki kwa lengo la kukuza uelewa wa mabadiliko ya tabia nchi kwa kuzuia safari za meli za makaa ya mawe.
14বসতবাড়ি রক্ষায় তারা এমন প্রতিবাদে নেমেছেন।Picha imepigwa na Dean Sewell/Oculi wa 350.org.
15হাতে তৈরি ক্যানু, ডজনখানেক অস্ট্রেলিয়ান কায়াকের মাধ্যমে বন্দরে অবরোধ করে তারা গন্তব্যে রওনা দেয়ার তালিকায় থাকা ১০টি জাহাজকে প্রতিরোধ করেছিলেন।Ijumaa, 17 Oktoba 2014 Picha zinazonesha hali ya mambo kwenye bandari ya Newcastle ambapo raia wa nchi 12 zilizoko kwenye bahari ya Pasifiki walifika kukuza uelewa wa mabadiliko ya tabia nchi kwa kuzuia safari za meli za makaa ya mawe.
16তাদের পরিষ্কার বার্তা ছিল: আমরা ডুবে মরবো না, যুদ্ধ করবো।Picha imepigwa na Dean Sewell/Oculi wa 350.org.
17জলবায়ু সৈনিকরা এখানেই থামবেন না।Ijumaa, 17 Oktoba 2014.
18তারা তাদের প্রতিবাদী কার্যক্রম অব্যাহত রাখবেন। তারা তাদের এই সাহসী লড়াইয়ের গল্প আপনার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেয়ার অনুরোধ করেছেন।Picha zinazonesha hali ya mambo kwenye bandari ya Newcastle ambapo raia wa nchi 12 zilizoko kwenye bahari ya Pasifiki walifika kukuza uelewa wa mabadiliko ya tabia nchi kwa kuzuia safari za meli za makaa ya mawe.
19তারা তাদের লড়াই চালিয়ে যেতে চান।Picha imepigwa na Jeff Tan wa 350.org.
20তবে তারা একা লড়াই করে কোনো ফল-ই আনতে পারবেন না।Ijumaa, 17 Oktoba 2014.
21এখানে দেখুন সেদিনের ঘটনাপঞ্জি: ছবিতে দেখা যাচ্ছে, নিউক্যাসল বন্দরে প্যাসিফিক অঞ্চলের দ্বীপগুলোর ১২টি সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত হয়েছেন।Picha zinazonesha hali ya mambo kwenye bandari ya Newcastle ambapo raia wa nchi 12 zilizoko kwenye bahari ya Pasifiki walifika kukuza uelewa wa mabadiliko ya tabia nchi kwa kuzuia safari za meli za makaa ya mawe.
22তারা এখানে এসে কয়লার জাহাজ অবরোধের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরির কাজ করছেন।
23৩৫০. অর্গ প্রতিষ্ঠানের জন্য ছবি তুলেছেন জেফ ট্যান।Picha imepigwa na Dean Sewell/Oculi kwa ajili ya 350.org.
24শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪।Ijumaa, 17 Oktoba 2014.