Sentence alignment for gv-ben-20140726-44184.xml (html) - gv-swa-20140718-7943.xml (html)

#benswa
1ইউক্রেনে ঘটে যাওয়া এমএইচ১৭ বিমান দূর্ঘটনা নিয়ে ৫টি সংবেদনহীন প্রতিক্রিয়াMatamshi Matano ya Kushangaza Kufuatia Kuanguka kwa Ndege MH17 Nchini Ukraine
2বিপদ কবলিত মালয়েশিয়ার বিমান ব্যাপারে আলোচনা আসলে “সেই অনুভূতি জানা” অনেক কঠিন বলে জানানো হয়।Kuna namna nyingi “kujua mtu anavyojisikia,” ukifuatilia matamshi yanayotolewa baada ya kutunguliwa kwa ndege ya Malaysia.
3ছবিঃ কেভিন রথরক।Picha zimechanganywa na Kevin Rothrock.
4মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১৭ বিমান দূর্ঘটনা নিয়ে রুশ কর্তৃপক্ষ, রাজনীতিবিদ এবং প্রচার মাধ্যমগুলো তাৎক্ষনিকভাবে কিছু প্রতিক্রিয়া জানিয়েছে। এসব প্রতিক্রিয়ায় ১৭ জুলাই রোজ বৃহস্পতিবারে ঘটে যাওয়া এই দূর্ঘটনার জন্য পূর্ব ইউক্রেনকে দায়ী করা হয়েছে।Maafisa, wanasiasa na waandishi maarufu wa Kirusi walikuwa wepesi kutoa maoni kuhusiana na ajali ya Ndege ya Malaysia MH17, iliyoanguka Mashariki mwa Ukraine siku ya Alhamisi, Julai 17. Mamlaka za Kyiv, Moscow, na Donetsk zimekuwa zikishutumiana, kubebeshana lawama kwa kutunguliwa kwa ndege hiyo ya abiria na kuua watu wote karibu 300 waliokuwemo ndani yake.
5সাধারণ যাত্রীবাহী বিমানটি ভূপতিত করার জন্য এবং বিদেশের মাটিতে প্রায় ৩০০ জন লোক নিহত হওয়ার জন্য কিয়েভ, মস্কো এবং দোনেতস্ক এঁকে অন্যকে দায়ী করে অভিযোগ থেকে মুক্ত হতে চাইছে।Wakati hisia zikiendelea kuongezeka, matamko machache yaliyotolewa na watu mashuhuri mjini Moscow na Donetsk yamevutia hisia ya watumiaji wa Intaneti mtandaoni. Waziri Mkuu aliyejitangaza mwenyewe wa Jamhuri ya watu wa Donetsk, Aleksandr Boroday, hakuwa na uhakika kuhusiana na uhusika wa waasi katika tukio hili:
6মস্কো এবং দোনেতস্কের বিভিন্ন ব্যক্তিত্বের দেয়া সম্পূর্ণ উদাসীন একমুঠো বক্তব্য আবেগকে আরও বেশি বাড়িয়ে দিয়ে রুশ ইন্টারনেটের মনোযোগ কেড়ে নিয়েছে।
7১. এক্ষেত্রে আমরা কিছুই করিনি।Bahati mbaya, hii ni nukuu ya siku.
8গণপ্রজাতন্ত্রী দোনেতস্কের স্বঘোষিত প্রধানমন্ত্রী আলেকজান্ডার বোরডে উৎসুকভাবে এ দূর্ঘটনায় বিদ্রোহীদের জড়িত থাকার বিষয়ে বেশ সন্দিহানঃ
9দূর্ভাগ্যক্রমে এটি আজকের দিনের উদ্ধৃতি।
10[পত্রিকায় প্রকাশিত নিবন্ধের সংক্ষিপ্ত আখ্যাটি হচ্ছে, আলেকজান্ডার বোরডে বলেছেন, “এটি যদি কোন বাণিজ্যিক বিমান হয়ে থাকে, তবে তা আমাদের ছিল না”।]
11২. দূর্ঘটনাটি কে ঘটিয়েছে সেটি কি মুখ্য বিষয় ?[Maneno yanasomeka, “Kama ni kweli ni ndege ya abiria, basi haikuwa sisi,” Alexandr Boroday.]
12রুশ পার্লামেন্টারি কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ডেপুটি প্রতিনিধি লিওনিদ কালাশনিকভ রেইন টেলিভিশনকে বলেছেন, বিমানটি দূর্ঘটনায় পতিত হওয়ার জন্য কাকে দায়ী করা হবে সেটি আসলেই কোন গুরুত্ব পূর্ণ বিষয় নয়ঃ
13“কি হবে, যদি আপনি খুঁজে বের করতে পারেন যে বিমানটি কে ভূপতিত করেছে ? এতে আপনি কি কিছুটা স্বস্তি বোধ করবেন ?”Leonid Kalashnikov, naibu mwakilishi wa kamati ya Bunge la Urusi ya mambo ya kimataifa, aliiambia TV Rain haikuwa na maana yoyote kujua nani wa kumlaumu kwa kuiangusha ndege hiyo:
14৩. অশুভ পঞ্চম কলাম।
15রুশ প্রগতিশীল ব্যক্তিবর্গ এবং ইউক্রেনিয়ান “অপ-প্রচারকারীরা” বার বার একই আবেগের (উল্লেখ্য, তারা ইউক্রেনের বিষয়ে নেয়া রাশিয়ার নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করেছেন) পুনরাবৃত্তি করেছেন।
16বিষয়টি বেশ ঝামেলাপূর্ণ বলে মনে হচ্ছে।“Nini, utajisikia nafuu kaa utamjua aliyeiangusha ndege hiyo?”
17রাশিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দলের একজন নেতা কনস্তানতিন রাইকভ বলেছেনঃ
18এই মুহুর্তে এটা বেশ পরিষ্কার, কে কি আশা করছেন এবং তারা আসলেই কি চান… আমাদের প্রগতিশীল ব্যক্তিবর্গ এবং ইউক্রেনিয়ান “অপ-প্রচারকারীরা” একই চেষ্টা চালিয়ে যাচ্ছেন… ৪. এটা খুব সাধারণ ঘটনাঃ কাউকে দোষী করবেন না।Akiwa ameumizwa na kile waasi wa Urusi na ‘waendesha propaganda' wa Ukraine walichokirudia mara kwa mara hisia zile zile (kwamba walikosoa serza ya Urusi kwa Ukraine), Konstantin Rykov wa chama tawala cha siasa Urusi alikuwa na haya ya kusema:
19রাশিয়া টুডে পত্রিকার প্রধান মারগারেট সিমোনিয়ান সোভিয়েত উদাসীনতার মাঝে এই দূর্ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেছেনঃKatika nyakati kama hizi ni wazi kuna watu wanatarajia kitu na wanacho wanachokitaka…wapigania uhuru wetu na wapiga propaganda wa Ukraine wanashindania kile kile…
20অনেক দিন ধরে আমি বিভিন্ন গুরুত্ব পূর্ণ খবরের আবেগ-অনুভূতি নিয়ে কাজ করছি।Mkuu wa shirika la Russia TodayMargarita Simonyan alionyesha namna janga hilo lilivyo na faida kwa wa-Soviet wasio na akili:
21তাই আমি কোন রকম ষড়যন্ত্রমূলক মতবাদে একেবারেই বিশ্বাস করি না। তবে আমি সাধারণ সোভিয়েত বিশৃঙ্খলার উপর বিশ্বাস রাখি।Kw amuda mrefu nimekuwa nikifanyia kazi taarifa kadhaa za habari zinazotokea, na nimehitimisha kuwa siamini kabisa namna watu wanavyojaribu kuunganisha matukio kujengea hoja imani zao.
22৫. বিদ্রোহী ? কারা বিদ্রোহী ?Lkaini ninaamini kuwa Usoviet ina matatizo.
23শেষে হলেও ভ্লাদিমির পুতিন নিজে এ দূর্ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন।
24তিনি সংবাদ মাধ্যম ইতারতাসকে বলেছেন, বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলের উপরের আকাশ সীমার জন্য কিয়েভই দায়ী।
25“নিঃসন্দেহে, এই মর্মান্তিক দূর্ঘটনার জন্য যে রাষ্ট্রের ভূখণ্ডে দূর্ঘটনাটি ঘটেছে, সে রাষ্ট্রটিই দায়ী।Mwisho lakini si kwa uzito ni mwitikio wa Vladimir Putin mwenyewe, aliyeliambia shirika la habari la ITAR-TASS kwamba Kyiv inawajibika kwa anga la Ukraine mashariki inayodhibitiwa na waasi.
26[…] সে দেশে যদি শান্তি বিরাজ করত, যদি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন করে সংঘাত তৈরি না হতো, তবে এই দূর্ঘটনা ঘটত না।”“Kwa hakika, nchi ambayo mpaka wake ndiko tukio hili limetokea inawajibika kwa janga hili […] Janga hili lisingetokea kama pangekuwa na amani kwenye nchi hiyo, kama mapigano yasingeibuka tena Kusini Mashariki mwa Ukraine.”