# | ben | swa |
---|
1 | ভিডিওঃ সমাজ থেকে আলাদা দুটি মানুষের অন্যায়ের বিরুদ্ধে জয় | VIDEO: Namna Watu Wawili Tofauti Walivyopinga Dhuluma na Kushinda |
2 | দক্ষিণ আফ্রিকার খুসেলি “খুস্ত” জ্যাক এবং বলিভিয়ার অস্কার অলিভেরা ভিন্ন দেশের হলেও তাদের গল্প একইঃ তারা দুজনই অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন এবং জিতেছেন। | Mkhuseli “Khusta” Jack anatoka Afrika ya Kusini na Oscar Olivera anatoka Bolivia; wote wawili wametoka katika mabara tofauti lakini wanayo historia inayofanana: wote wawili walipambana na dhuluma na wakashinda. |
3 | ১৯৮৫ সালে, খুস্ত দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে একটি গ্রাহক বয়কটের আয়োজন করে জাতিগত বৈষম্য দূর করতে সাহায্য করেন। | Mwaka 1985, Khusta alisaidia kuukomesha ubaguzi wa rangi kwa kuandaa na mgomo wa kununua bidhaa za makaburu mjini Port Elizabeth, Afrika Kusini. |
4 | পনের বছর পর, ২০০০ সালে অলিভেরা বলিভিয়ার কোচাবাম্বায় পানি বেসরকারিকরণের প্রতিবাদে আন্দোলনে মূল ভূমিকা পালন করেন। | Miaka kumi na mitano baadae, mwaka 2000, Olivera alihusika kwa kiasi kikubwa katika vuguvugu la upinzani lililomaliza jaribio la ubinafsishaji wa maji mjini Cochabamba, Bolivia. |
5 | সময় ও মহাদেশের ভিন্নতা ছাপিয়ে দক্ষ সাংগঠনিক ক্ষমতা ও সহিংসতাবিহীন নাগরিক প্রতিবাদের প্রতীক হলেন এই দুই সংগ্রামী। | Jitihada hizi mbili, zilizotokea kwa tofauti kubwa ya miaka na katika mabara tofauti, ni ushahidi wa nguvu ya maandalizi ya kimkakati na upinzani wa kiraia usiotegemea matumizi ya vurugu. |
6 | এ বছর, খুস্ত ও অলিভেরা মেক্সিকোর স্কুল অফ অথেনটিক জার্নালিজমে মিলিত হন। | Mwaka huu, Khusta na Olivera walikutana nchini Mexico katika Shule ya Uandishi wa Weledi. |
7 | স্কুলটি থেকে একদল অধ্যাপক ও শিক্ষাবিদ তাদের কথা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন, যা নারকো নিউজ টিভি সম্প্রতি প্রচার করেছে। | Kundi la wanazuoni na maprofesa kutoka katika shule hiyo waliandaa video yenye masimulizi ya watu hawa, ambayo ilizinduliwa hivi karibuni na kituo cha televisheni kiitwacho Narco News TV. |
8 | আইনজীবী ও মানবাধিকার বিষয়ক উকিল রামবিদজাই ডিউব, যিনি ভিডিওটি নির্মাণে সহায়তা করেছেন, তিনি এই দুই সংগ্রামীর ব্যাপারে বিস্তারিত তুলে ধরে বলেন: | Mwanasheria na mtetezi wa haki za binadamu Rumbidzai Dube, aliyesaidia kuandaa video hiyo, anaongeza taarifa zaidi kuhusu jitihada hizo mbili za watu wawili: |
9 | তরুণ ও উদ্যমী খুস্ত দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকারের আমলে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের জন্য শ্বেতাঙ্গদের দ্বারা চালিত ব্যবসা অর্থনৈতিকভাবে বর্জনের ডাক দেন। | Akiwa kijana na mwenye nguvu, Khusta aliandaa mgomo wa kiuchumi dhidi ya biashara zinazomilikiwa na makaburu kushinikiza madai ya watu weusi ya kuheshimiwa -kuheshimiwa utu wao na serikali ya makuburu wa Afrika Kusini. |
10 | ২০০০ সালে বলিভিয়ার কোচাবাম্বার সুউচ্চ প্রান্তরে, বলিভিয়ায় বৃষ্টিপাতসহ পানি বেসরকারিকরণের প্রতিবাদে অস্কার অলিভেরা অন্যদের সাথে নিয়ে কোচাবাম্বা পানি যুদ্ধ নামে একটি জনসমর্থিত প্রতিবাদ গড়ে তুলেছিলেন। | Katika milima Cochabamba, Bolivia, mwaka 2000, Oscar Olivera akishirikiana na wengine walianzisha vuguvugu maarufu la upinzani lililokuja kufahamika kama Vita ya Maji Cochabamba -Mapambano dhidi ya hatua ya Bolvia kubinafsisha maji; ikiwa ni pamoja na maji ya mvua. |
11 | তিনি শেষ করেন এভাবে: | Anahitimisha: |
12 | তারা উভয়ই তাদের লক্ষ্যে অভীষ্ট, তারা তাদের জনগণকে এক কাতারে তাদের মাটিতে দাঁড় করিয়েছেন। | Watu hawa wawili walihamasisha, waliwakusanya watu wao kuwa na msimamo, walisimamia walichokiamini. |
13 | তারা ঝুঁকি নিয়েছেন; তাদের কর্ম ছিল সাহসিকতাপূর্ণ, সর্বোপরি জীবন-মরণের ব্যাপার নিয়ে কাজ করেছেন। | Walihatarisha maisha yao; Mapambano yao yalikuwa ni uthubutu, ukizingatia ukweli kuwa walikuwa wanashughulika na masuala ya kufa na kupona. |
14 | কিন্তু তাদের পছন্দনীয় কী ছিল? | Lakini je walikuwa na uchaguzi gani mwingine? |
15 | পানি ছাড়া জীবন কি তাদের জন্য ছিল? | Je, maisha bila maji ndilo lingekuwa chaguo lao? |
16 | স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায় বিহীন জীবন কি তাদের জন্য ছিল? | Je, maisha bila uhuru, heshima na haki lingekuwa chaguo? |
17 | এবং সেজন্যই তারা শুধু তাদের সময় ও ক্ষমতা নয়, তাদের জীবন বিসর্জন দিয়েছেন; এবং তারা দুজনেই জয়ী হয়েছেন। | Na ni kwa sababu hiyo walijitolea maisha yao, si tu muda wao na nguvu zao bali maisha yao; na wote wawili wakashinda. |
18 | সাংবাদিক আরজু গেবুলা ওখুস্ত ও অলিভেরার সাথে দেখা করেছেন। | Mwandishi wa Habari Arzu Geybulla pia alikutana na Khusta na Olivera. |
19 | তিনি তার ব্লগে লিখেছেন যে উভয়ই “তাদের গল্পের মত উৎসাহব্যঞ্জক।” | Anaandika katika blogu yake kwamba watu hawa “wanatia hamasa kama ilivyo hadithi ya mafanikio yao.” |
20 | মেক্সিকান ব্লগ হাজমে এল চিঙ্গাদো ফাভর [es] তাদের পাঠকদের এই ভিডিওটি প্রকাশে উৎসাহিত করার জন্য সংক্ষিপ্ত মন্তব্য করেছেঃ | Blogu ya ki-Mexico Hazme el Chingado Favor [es] ilitundika uchambuzi mfupi kuwahamasisha wasomaji wake kuisambaza video hiyo: |
21 | এই ভিডিওটি আমাদের অন্য সৃষ্টিগুলোর মত মজাদার নয়, কিন্তু আমাদের মনে হয়েছে যে এর বার্তাটি এত ব্যাপক যে আমাদের এটিকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে এবং আপনার সমর্থন কামনায় উদ্বুদ্ধ করেছে। | Video hii si ucheshi kama wengine walivyodhani, bali tunaamini sana katika ujumbe wake kiasi kwamba tunahamasishwa kuisambaza duniani kote na tungependa kuomba mtuunge mkono katika kuisambaza. |
22 | এই ভিডিওটির মূলকথা আত্ম-বিশ্লেষণ। | Maudhui ya video hii yanajieleza yenyewe. |