Sentence alignment for gv-ben-20091226-8163.xml (html) - gv-swa-20100103-1012.xml (html)

#benswa
1সুদান: অখণ্ডতা কি এখনো এক কৌশলগত বিষয়Sudani: Je, Umoja Bado Ni Chaguo la Kimkakati
2সুদানী ব্লগার আইমান হাজ তার ব্লগে আরবী ভাষায় সুদানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং উল্লেখ করেছেন কেন অনেক সুদানী জনগণ দেশটির অখণ্ডতার উপর আস্থা হারাচ্ছে।Akiandika kwa Kiarabu, mwanablogu wa Kisudani Ayman Hajj anajadili siasa za nchi yake na kwa nini watu wengi wa Sudani wanapoteza imani katika umoja.
3ব্লগার বলছেন, সুদানী সরকার ও দক্ষিণ সুদানের পপুলার মুভমেন্ট নামক দলটির কর্মকাণ্ড এক প্রহসনে পরিণত পরিণত হয়েছে:Vitendo vya serikali ya Sudan na vile vya Chama Maarufu cha Sudani ya Kusini anasema mwanablogu huyu, vinaonekana kama vile mchezo wa kuigiza:
4কেন এই অনুভূতির জন্ম হয় যে, সুদানী সরকার এবং সরকারে তার অংশীদার পপুলার মুভমেন্ট কোন কাজই করছে না। তার বদলে তারা সুদানী নাগরিকদের চোখের সামনে এক একঘেয়ে নাটকে অভিনয় করে যাচ্ছে?Kwa nini hisia zinaongezeka kuwa serikali ya Sudani pamoja na mwenzi wake katika utawala, Chama Maarufu, hawafanyi kitu kingine zaidi ya kuigiza mchezo ambao ni wa kizembe, mbele ya macho ya watu wa Sudani?
5হাজ লিখেছেন, এ রকম এক ভণিতা সুদানের অখণ্ডতাকে একটি রেখার উপর দাঁড় করিয়ে দিয়েছে:Uigizaji wa namna hii, anaandika Hajj, unauweka umoja wa Sudani katika sehemu nyeti:
6আমার মনে কোন সন্দেহ নেই যে, এই দুই দল প্রায় একক একটি চুক্তিতে উপনীত হয়েছে যে তারা বর্তমান সীমানায় সুদানকে দু'টি আলাদা দেশে পরিণত করবে, দেশটি বর্তমানে একটি রেখা দ্বারা দু'টি আলাদা অঞ্চলে বিভক্ত।Jambo ambalo sina mashaka nalo ni kuwa hawa wawili wapo karibu na kukubaliana kuigawa Sudani vipande viwili katika mipaka iliyopo sasa. Kuongelea umoja kama chaguo linalovutia ni jambo la utupu.
7দেশটিকে অখণ্ড রাখার কথা বলার মাধ্যমে রাজনৈতিক দলগুলো নিজেদের জন্য এক আকর্ষণীয় সুযোগ তৈরি করতে পারে, কিন্তু তা যেন তাদের কাছে অর্থহীন এক বিষয়।
8বিগত বছরগুলোতে কোন দলই এমন কোন কাজ করে নি যা দেশটিকে এক রাখবে।Katika miaka yote iliyopita, hakuna aliyekubali kufuatilia kitendo chochote ambacho kingepelekea kwenye hilo - umoja.
9তারা লড়াই করছে এবং তা থামানোর জন্য আলোচনা করছে।Wamekuwa wakipigana na kupatana.
10এদের একজন শাপশাপান্ত করছে ও অন্যের উপর শপথ বাক্য পাঠ করছে এবং অন্য দলটি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে ও ক্রমাগত ধর্মীয় আইনের প্রতি ভালোবাসা প্রকাশ করে যাচ্ছে।Mooja wao humlaani na kumtukana mwingine na mwingine hujaribu kutuliza mgogoro na kuendelea na taratibu za kutongozana.
11এর চূড়ান্ত ফলাফল হচ্ছে, তারা এমন কিছু করছে না, যার ফলে আমাদের মনে হতে পারে যে এক হয়ে থাকা এক চমৎকার বিষয়।Matokeo ya mwisho ni kuwa hakuna lolote wanalolifanya ambalo linatufanya tuamini kuwa wanajaribu kuunda kitu fulani ambacho kitaufanya umoja kuwa ni chaguo la kuvutia.
12সম্প্রতি ঘটা এক উন্নয়নের কথা উদ্ধৃত করে ব্লগার জানাচ্ছেন:Akinukuu maendeleo ya hivi karibuni, mwanablogu huyu anaandika:
13অবশেষে, গত সপ্তাহে পপুলার মুভমেন্ট এক শোভাযাত্রার আয়োজন করে যা সরকারী দমনের মুখে পড়ে।Hatimaye, Chama maarufu wiki iliyopita kiliandaa maandamano ambayo yalikandamizwa na serikali.
14এই শোভাযাত্রায় বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়।Baadhi ya viongozi walikamatwa.
15তারা সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম, যারা টেলিভিশনে বলেছিল সরকার এক নিপীড়ক স্বৈরশাসক। সে সময় তারা ভুলে গিয়েছিল যে তারাও সরকারের প্রকৃত এক অংশীদার।Walikuwa ni miongoni mwa wale waliokuwa wakitoa matamko kwenye televisheni wakisema kuwa serikali ni ya utawala wa kiimla wa kikandamizaji, huku wakiwa wamesahau kuwa wao wenyewe ni wenza wa asili wa serikali hii.
16এরপর সরকার অবস্থান পাল্টে ফেলে এবং বলে যে সে তার অংশীদারদের শান্তিচুক্তিকে সমর্থন করে এমন বেশ কিছু আইনে রাজী আছে এবং তারা গণতন্ত্রিক পন্থায় অগ্রসর হতে রাজী হয়েছে।Halafu serikali inageuka na kutangaza kuwa imekubaliana na wenzi wao juu ya sheria kadhaa zinazounga mkono makubaliano ya amani na chaguo la kidemokrasia.
17এরপর তারা পরস্পরের হাত হাত মিলিয়েছে এবং এই আন্দোলন সরকারের গালে এমনভাবে এক চুম্বন করছে যেন অতীতে কিছুই ঘটেনি।Halafu wanasalimiana kwa mikono na Chama Maarufu kinatia muhuri wa busu kwenye mashavu ya serikali kama vile hakuna kilichotokea.
18উপসংহারে তিনি বলছেন:Na kwa kuhitimisha anasema:
19অবশেষে, বলা যায় সেইসব কর্মকাণ্ডের কারণে নাগরিকরা অখণ্ড সুদানের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে।Na mwisho, ni vitendo hivyo ambavyo vinawalazimisha raia kupoteza imani katika umoja, ambao katika ukweli ni chaguo la kimkakati.
20তারা এখন আর দেশটির অখণ্ডতায় বিশ্বাস করে না, কারণ যে ভাবে ছবিটি আঁকা হচ্ছে, তাতে ভিন্ন গোত্র, ধর্ম এবং অর্থনৈতিক বাস্তবতায় সহাবস্থান অসম্ভব বলে মনে হচ্ছে।Hawaamini tena katika hilo kwa sababu inaonyeshwa kuwa haiwezekani kuishi pamoja huku kukiwa na tofauti za kikabila, kidini na kiuchumi.