# | ben | swa |
---|
1 | আইভরি কোস্ট: আবিদাজানে গাবাগাবোর শাসনামলের অন্তিম মূহূর্তগুলো | Côte d'Ivoire: Abijani kwenye masaa ya kudhoofu kwa utawala wa Gbagbo |
2 | এই পোস্টটি আইভরি কোস্টের অস্থিরতা ২০১১ উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। গত দুইদিন আইভরি কোস্ট নানা ঘটনা এবং পাল্টা ঘটনা ঘটেছে। | Makala hii ni miongoni mwa makala zetu maalumu kuhusu Vurugu za mwaka 2011 nchini Ivory Coast. |
3 | আলাসানে ড্রামানেকে ওয়াট্টারাকে আন্তর্জাতিকভাবে আইভরি কোস্টের রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। | |
4 | সে এবং তার প্রধানমন্ত্রী গুইলাউমে সোরোর অনুগত বাহিনী দেশটির দক্ষিণ এবং পশ্চিমে এক আক্রমণ পরিচালনা শুরু করেছে। | Siku mbili zilizopita zimekuwa na utajiri wa misuguano na mivutano nchini Côte d'Ivoire. |
5 | তিন দিনের ভেতরে তারা ডুয়েকোউয়ে এলাকার শহরগুলো দখল করে নেবার মত সফলতা অর্জন করে এবং মার্চের ৩০ তারিখে এই বাহিনী ইয়ামোউসোউক্রু পর্যন্ত পৌঁছে যায়। | Vikosi vinavyomtii Alassane Dramane Ouattara, Rais wa nchi hiyo anayetambulika kimataifa, na Guillaume Soro, Waziri Mkuu wa Ouattara, vilianza mashambulizi kuelekea Kusini na Magharibi mwa nchi hiyo. |
6 | অবশেষে ফোর্সেস রিপাবলিকান দে কোঁত দ'আইভার (আইভরি কোস্ট প্রজাতন্ত্রের সেনাদল) নামক তাদের এই সেনাদল আবিদজানে পৌঁছে যায়। | Katika siku zisizozidi tatu, walifanikiwa kuikamata miji ya Douékoué na kufika Yamoussoukro tarehe 30 Machi. |
7 | আবিদজান হচ্ছে আইভরি কোস্টের প্রধান শহর, যেখানে অর্ন্তবর্তীকালীন রাষ্ট্রপতি লরা গাবাগাবো অবস্থান করছে। ২০১০ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত হবার পর গাবাগাবো ক্ষমতা ত্যাগ করতে অস্বীকার করেন, হয়ত এখনো সেখানে অবস্থান করছেন। | Forces Républicaine de Côte d'Ivoire (Jeshi la Jamhuri ya Côte d'Ivoire) liliingia Abijani, mji mkuu wa nchi hiyo ambako Rais aliyepo madarakani Laurent Gbagbo, aliyegoma kuachia madaraka tangu Desemba mwaka jana (2010) baada ya kushindwa kwenye uchaguzi wa Rais, anaweza kuwa huko. |
8 | আইভরি কোস্টের অনলাইন সম্প্রদায় এই ঘটনার উপর তাদের মন্তব্য করছে, এখানে এই সব আলোচনার কিছু অংশ তৎক্ষনাৎ তুলে ধরা হল। | Jamii ya mtandaoni ya Côte d'Ivoire inayo maoni katika matukio hayo, na ifuatayo ni picha ya haraka ya majadiliano machache: |
9 | মাকা কারাগারকে নিয়ে ভয় | Hofu ya wafungwa wa gereza la MACA |
10 | মেঁজ দেআরেত এত দে কারেকশঁ দ'আবিদজান ( আবিদজানের কারাবন্দী এবং সংশোধন কেন্দ্র, যাকে মাকা নামে ডাকা হয়) হচ্ছে আবিদজানের অন্যতম এক কারাগার। | Maison d'Arrêt et de Correction d'Abidjan (MACA) nigereza la Abijani. |
11 | এক সংবাদে জানা যায় যে সেখানকার বন্দিদের ছেড়ে দেওয়া হয়েছে, লিঁও গুয়েরে (@কোকোলোপোসো) ৩১ মার্চ টুইটারে লিখেছে: | Kufuatia habari kwamba wafungwa wameachiliwa huru, Léon Guéré (@Cocoloposo) aliandika kwenye twita tarehe 31 Machi: |
12 | তাজা খবর: মাকা নামক কারাগারটি খুলে দেওয়া হয়েছে, বন্দিরা এখন পালিয়ে যাচ্ছে। | Habari za hivi punde: Gereza la MACA limefunguliwa, wafungwa wametoroka |
13 | এই ঘোষণার পর, নেট নাগরিকরা এই কারণে শঙ্কিত হয়ে পড়ে যে, এইসব কারাবন্দীদের হাতে হয়ত অস্ত্র তুলে দেওয়া হতে পারে: | Kufuatia tangazo hili, watumiaji wa mtandao walianza kuhofia kwamba wafungwa hawa wanaweza wakapewa silaha: |
14 | @আবিদজাননিয়াস২২৫, কোকোলোপোসোর মন্তব্যের প্রতি সাড়া প্রদান করেছে, সে বলছে: | @Abidjannais225, akimjibu @Cocoloposo, alisema: |
15 | দয়া করে সংবাদটি নিশ্চিত করুন! | Thibitisha tafadhali! |
16 | এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। | Hii ni hatari. |
17 | এলএমপি [লরা গাবাগাবোর রাজনৈতিক দল] দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়। | Chama cha Laurent Gbagbo kinataka kutuletea balaa katika nchi hii |
18 | অনলাইন একটিভিস্ট সানডেরস২২৫ নিশ্চিত করেছে যে, আবিদজানের মাকা এবং সেখানকার আরো দুটি জেলখানার বন্দিদের ছেড়ে দেওয়া হয়েছে: | Mwanaharakati wa mtandoni “K” (@Sanders225) alithibitisha siku hiyo hiyo kwamba wafungwa wa gereza la MACA, na wengine wa kutoka kwenye magereza mengine mawili wameachiwa. |
19 | একই দিনে অনলাইন একটিভিস্ট “কে”(@সানডেরস২২৫) নিশ্চিত করছে যে, আবিদজানের মাকা এবং সেখানকার আরো দুটি জেলখানার বন্দিদের ছেড়ে দেওয়া হয়েছে। | Baada ya muda, taarifa ya habari kwenye Shirika la Habari la Reuters ikasema wafungwa wanaofikia 5000 wameachiwa mjini Abijani. |
20 | পরে রয়টারের এক সংবাদে বলা হয় যে আবিদজানে ৫০০০ কারাবন্দীকে ছেড়ে দেওয়া হয়েছে। | |
21 | লরা গাবাগাবো কোথায়? | Yuko Wapi Laurent Gbagbo? |
22 | প্রধানমন্ত্রী গুইলিয়ামো সরো পরে ঘোষণা প্রদান করেছিল যে লরা গাবাগাবোকে ৩১ মার্চ, ২০১১ তারিখের গ্রীনিচ মান সময় অনুসারে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পদত্যাগের সুযোগ দেওয়া হল। | Guillaume Soro, waziri mkuu alitangaza kwamba Laurent Gbagbo alikuwa amepewa mpaka saa 1 usiku (saa za GMT) tarehe 31 Machi, 2011 awe amejiuzulu. |
23 | আইভরি কোস্টের এই সংবাদের উপর টুইটার হ্যাশট্যাগ #সিভ২০১০- প্রচুর পরিহাসপূর্ণ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়: | Hii ilisababisha miitikio mikali kwenye alama ya twita ya habari kuhusu Côte d'Ivoire ambayo ni, #civ2010: |
24 | ঘোষিত এই চূড়ান্ত সময়সূচির ১৫ মিনিট পূর্বে @মালকো৭, সময় গণনা শুরু নিয়ে টুইট করেছে: | Dakika kumi na tano kabla ya kukamilika kwa saa aliyopewa Gbagbo kujiuzulu, @Malko7 alianza kuhesabu dakika zilizobaki kwa njia ya twita: |
25 | কার্য শুরু হবার আর মাত্র ১৫-মিনিট বাকি | Saa 1- bado dakika 15 |
26 | আর যখন এই চূড়ান্ত সময়টি এসে উপস্থিত হয় তখন মারিয়া লে অঙ্গ ( অট্টু_২২৫) মন্তব্য করেছে: | Na muda ulipofika, Marie L'Ange (@Attou_225) alitoa maoni: |
27 | সময়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য় হয়ে গেছে!!!!! | Muda umeeeeeeeefikaaaaaaaaaaaaaaaaaaaaaaa!!! |
28 | এননেন্না টুইট করেছে: | Nnenna akatuma twita: |
29 | এখন সন্ধ্যা ৭টা বাজে, কি হল? | Hapa ni saa 1 usiku. Nini kinaendelea? |
30 | এরই মধ্যে, রেডিও টেলিভিশন আইভরিয়ান যা আইভরি কোস্টের জাতীয় টেলিভিশন চ্যানেল তার নিয়ন্ত্রণ নিয়ে এক ভয়াবহ সংঘর্ষ শুরু হয়, এটি গতকাল পর্যন্ত গাবাগাবোর দলের নিয়ন্ত্রণে ছিল। | Wakati huo huo, mapambano makali yalianza kupigwa Radio Télévision Ivoirienne. Kituo hicho kilikuwa bado kinadhibitiwa na wafuasi wa Gbagbo mpaka jana yake. |
31 | গ্রীনিচ মান সময় রাত ৯ টা থেকে ১০. ৪০ পর্যন্ত, সেই চ্যানেলে একই ভিডিও প্রচারিত হতে থাকে, যেখানে দেখা যায়, লরা গাবাগাবো এবং তার স্ত্রী সিমোন, কোকোডিতে অবস্থিত রাষ্ট্রপতি প্রসাদের বাগানে উপদেষ্টাদের সাথে আলোচনা করছে। | Kati ya saa 3 usiku (GMT) na saa 4:40 (GMT), picha moja ya video ilirushwa kwa kurudia rudia: Laurent Gbagbo na mkewe Simone, wamezungukwa na walinzi wao wa karibu wakiwa na majadiliano katika bustani ya Makazi ya Rais mtaa wa Cocody. |
32 | লরা গাবাগাবোকে দেখে মনে হচ্ছিল, সে আগে থেকে সবকিছু ধারণা করে রেখেছে এবং সিমনকে দেখে মনে হয়েছে যে আবিদজানের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে তার কোন ধারণা নেই, যেমনটা নীচের ভিডিওতে দেখা যাচ্ছে। | Laurent Gbagbo anaonekana amesongwa na mambo, na Simone haonekani kuelewa hali ya mambo ilivyo mjini Abijani, kama ilivyooneshwa kwenye video hii iliyowekwa na abidjannetTV, anuani ya You Tube ya wavuti ya habari ya nchi hiyo: |
33 | এই ভিডিওটি আবিদজানেট টিভি পোস্ট করেছে, যা ইউটিউবে আইভরিযান নিউজ সাইটের একাউন্ট: গ্রীনিচ মান সময় ১০. | Matangazo ya RTI mwishowe yalikatika saa 4:40 usiku (saa za GMT) kama ilivyooneshwa kwenye picha hii iliyowekwa na Olivier Vauluisant (@batelier59): |
34 | ৪০ মিনিটে অবশেষে আরটিআই- (রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল) এর সম্প্রচার বন্ধ হয়ে যায়। | Mwisho wa matangazo ya Luninga ya Taifa (RTI) picha iliyowekwa na Batelier59 |
35 | যেমনটা এই ছবিতে দেখা যাচ্ছে, যা আমাদের জন্য প্রদান করেছে অলিভিয়ের ভোউলিশান্ত (@বাতেলিয়ার৫৯): | Kwa mujibu wa Senam Beheton (@SenamBeheton) kwenye twita, picha hizi zilionyeshwa wakati vikosi vya Ouattara vikichukua udhibiti luninga hiyo ya Taifa: |
36 | আরটিআই-এর সম্প্রচার বন্ধ হয়ে গেল। | Mabwana wakubwa huenda wamefika. |
37 | টুইটপিক প্রদান করা বাতেলিয়ার৫৯-এর ছবি | Muda wa mchezo umeisha? |
38 | টুইটারের সিনাম বেহটোনের (@সিনাম বেহটোন) মতে, এই সব ছবির মাধ্যমে দেখা যাচ্ছে যে ওয়াট্টারার সেনারা রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটির নিয়ন্ত্রণ গ্রহণ করে ফেলেছে: ক্ষমতাশালী ব্যক্তিরা (মালিকরা) সম্ভবত উপস্থিত হয়েছে। | Kituo cha Sky News kiliripoti tarehe 1 Aprili kwamba Laurent Gbagbo na mke wake wanaweza kuwa bado wako kwenye kasri lao la Cocody, huku wamezungukwa na vikosi vya Ouattara. |
39 | খেলার সময় কি শেষ হয়ে গেল? ১ এপ্রিলে, স্কাই নিউজের প্রদান করার সংবাদ অনুসারে, লরা গাবাগাবো এবং তার স্ত্রী হয়ত এখনো কোকাডিতে তাদের প্রাসাদে অবস্থান করছে, এদিকে ওয়াট্টারার এফআরসিআই বাহিনী তাদের ঘিরে রেখেছে। | Baadaye siku hiyo hiyo toleo jingine lilitoka likibainisha kwamba Laurent Gbagbo na mkewe Simone wameondoka kwenye makazi ya Rais kuelekea kwenye kasri la rais lililoko eneo la uwanda wa juu [Fr], Abidjan. |
40 | আরেকটি সংস্করণে জানা যাচ্ছে লরা গাবাগাবো এবং তার স্ত্রী সিমন রাষ্ট্রপতি প্রসাদ ত্যাগ করে আবিদজানের মালভূমি এলাকার দিকে অবস্থিত প্রাসাদে চলে গেছে [ফরাসী ভাষায়]। | |
41 | টুইটারে এডিথব্রো লিখেছে: | EdithBrou aliandika kwenye twita: |
42 | #এএফপি যে সমস্ত কূটনীতবীদের সাথে যোগাযোগ করেছে তাদের মতে, প্রাসাদ এবং রেডিও স্টেশন, মালভূমি এলাকা কঠোর ভাবে গাবাগবোর নিয়ন্ত্রণে। | makazi ya rais na redio, huko uwanda wa juu na makazi binafsi ndivyo vimebaki tegemeo pekee la Gbagbo kwa mujibu wa mwanadiplomasia aliyezungumza na #AFP |
43 | আইভরি কোস্ট এখন আলোচিত বিষয় | Côte d'Ivoire ni mada inayoongoza kwenye twita |
44 | আইভরি কোস্টের সাম্প্রতিক ঘটনাবলী টুইটারে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যেখানে #সিভ২০১০ এবং লরা গাবাগাবো ফ্রান্সের একটি আলোচিত বিষয়। | Matukio ya hivi karibuni nchini Côte d'Ivoire yalifuatiliwa kwa karibu kwenye twita, ambako #civ2010 na Laurent Gbagbo ndizo zilikuwa mada zinazoongoza nchini Ufaransa: |