# | ben | swa |
---|
1 | উগান্ডার কাম্পালায় গ্লোবাল ভয়েসেস আড্ডা | Mkutano wa Global Kampala, Uganda |
2 | আমাদের তৃতীয় গ্লোবাল ভয়েসেস আড্ডা আসছে ২৩ নভেম্বর, ২০১৩ তারিখে উগান্ডার কাম্পালায় হাইভ কোলাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। | Mkutano pili wa Global Voices utafanyika jijini Kampala, Uganda Novemba 23, 2013 katika sehemu iitwayo Hive Colab. |
3 | এই সমাবেশটি বিশেষত উগান্ডা জুড়ে ছড়িয়ে থেকে শত শত রাইজিং ভয়েসেস মাইগ্রান্ট আবেদনকারীদের লক্ষ করে পরিকল্পনা করা হয়েছে। | Mkutano huu unawalenga kimahususi mamia ya waombaji wa ufadhili mdogo Sauti Chipukizi kutoka nchini kote Uganda. |
4 | গত তিন বছর ধরে পূর্ব আফ্রিকা থেকে আমরা যে আবেদনপত্র পেয়েছি, তাঁর মধ্যে অধিকাংশই উগান্ডার বিভিন্ন জায়গা থেকে করা করেছে। | Kwa miaka mitatu iliyopita, tulipokea maombi mengi kutoka Afrika Mashariki, hii ikiwa ni pamoja na kona zote za Uganda. |
5 | এই সমাবেশ আমাদের মধ্যকার সংযোগ আরও সহজতর করতে সহায়তা করবে বলে আমরা আশা করি। | Tunatarajia kwamba mkutano huu utasaidia kuwezesha mahusiano ya kirafiki baina ya marafiki. |
6 | এই সমাবেশটি এই সম্প্রদায়ের অনেক সদস্যদের তাদের অভিজ্ঞতা শেয়ার করতে একই মঞ্চে তুলে আনবে এবং একই সুবিধা বা লক্ষের অন্যদের মধ্যে সংযোগ সহজতর করতে সাহায্য করবে। | Mkutano utawaleta wengi wa wanachama wa jumuiya hizi kushirikishana uzoefu na kusaidia kuwezesha mitandao ya kimahusiano miongoni mwa wale wenye kupenda yanayofanana au wenye maoni yanayoendana. |
7 | আমাদের সম্প্রদায়ের দুই জন সদস্য মাউরিন আজেনা (@মাউরিনআজেনা) এবং রসবেল (@রসবেলকে) এর আতিথেয়তায় ও সেই সাথে অন্য জিভি স্বেচ্ছাসেবকদের আয়োজনে সমাবেশটি নিম্নোক্ত বিষয়গুলোতে দৃষ্টিপাত করবেঃ | Ukiwa umeandaliwa na wanachama wetu wawili Maureen Agena (@maureenagena) na Rosebell (@RosebellK), pamoja na wanachama wengine wanaojitolea wa GV, mkutano huo utajikita kwenye masuala yafuatayo: |
8 | যেহেতু, এই সমাবেশটি প্রাথমিকভাবে গত মাইক্রোগ্রান্ট আবেদনকারীদের লক্ষ করে আয়োজন করা হয়েছে, সেহেতু এই গ্রুপকেই প্রাথম দিকে আমন্ত্রণ পাঠানো হয়েছিল এবং সবগুলো আসনই পূর্ণ হয়ে গেছে। | Kwa kuwa lengo la mkutano huu ni kwa ajili hasa ya waombaji wa zamani wa ufadhili, mwaliko ulitumwa awali kwa makundi hayo, na nafasi zote zimejaa. |
9 | #জিভিমিটআপ হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারের মাধ্যমে ইভেন্টটি আপনি অনুসরণ করতে পারেন। আরো তথ্যের জন্য, অনুগ্রহ করে যোগাযোগ করুন: রাইজিং [অ্যাট] গ্লোবালভয়েসেসঅনলাইন. | Fuatilia tukio hilo kupitia mtandao wa twittwe kwa anuani hii#GVMeetup na kwa taarifa zaidi, tafadhali wasiliana na: rising [at] globalvoicesonline.org |
10 | অর্গ | |