# | ben | swa |
---|
1 | সিরীয় কারাবন্দী বাসেল খারতাবিলকে নিয়ে শঙ্কা, যাকে এক অজানা স্থানে নিয়ে যাওয়া হয়েছে | Wasiwasi wa Usalama wa Mfungwa wa Syria, Aliyehamishwa Kwenda Kusikojulikana |
2 | টুইটারে বাসেলকে মুক্ত করা নামক পোস্টার যা @ফ্রিবাসেল নামক টুইটার একাউন্ট থেকে নেওয়া হয়েছে। | Bango la FreeBassel kutoka kwenye anuani ya mtandao wa Twita @freebassel. |
3 | বাসেল সাফাদি, প্রায় চার বছর ধরে সিরিয়ায় কারাগারে বন্দী হয়ে রয়েছে এবং তার বন্ধু এবং একটিভিস্টরা তার জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করে, যখন তাকে কারাগার থেকে তাকে অজানা স্থানে নিয়ে যাওয়া হয়। | Mfungwa huyo amewekwa ndani nchini Syria kwa miaka minne na marafiki na wanaharakati wana wasiwasi na maisha yake baada ya kuhamishwa leo kutoka kwenye gereza alilokuwemo kwenda mahali kusikojulikana |
4 | একটিভিস্টরা সিরীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন সিরীয়-ফিলিস্তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাসেল খারতাবিলকে দ্রুত মুক্তি প্রদান করা হয়, যে একই সাথে বাসেল সাফাদি নামে পরিচিত। যখন আজ সকলে যে কারাগারে সে বন্দী, সেখান থেকে তাকে অজানা স্থানে নিয়ে যাওয়া হয়, তখন এই মুক্তির আহ্বান জানানো হয়। | Wanaharakati wanaitaka serikali ya Syria kumwachilia huru mara moja mfungwa ambaye ni mhandisi wa programu za kompyuta mwenye asili ya Syria na Palestina Bassel Khartabil, anayefahamika pia kama Bassel Safadi, baada ya kuhamishiwa kutoka kwenye gereza lake kwenda mahali pasipojulika mapema leo. |
5 | সাফাদি যে কিনা চার বছর ধরে কারাগারে বন্দী, সে একই সাথে অতি পরিচিত এক ওপেন সোর্স ইঞ্জিনিয়ার। | Safadi, ambaye amekuwa gerezani kwa zaidi ya miaka minne, anafahamika sana kama mtengenezaji wa zana huria za mtandaoni. |
6 | সে সিরিয়ার ক্রিয়েটিভ কমন্স-এর নেতা এবং মজিলা ফায়ার ফক্স এবং উইকিপিডিয়ার মত প্রকল্পে সক্রিয়, আবার সিরিয়ায় ইন্টারনেট উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের জন্য অনলাইনে প্রবেশের সুযোগ এবং জ্ঞান বিকাশের সাহায্য করার জন্য তাকে কৃতিত্ব প্রদান করা হয়। | Ni kiongozi wa taasisi ya Creative Commons nchini Syria na anafanya kazi bila kuchoka kwenye miradi kama Mozilla Firefox na Wikipedia, na amejizolea sifa kwa kufungua mtandao wa intaneti nchini Syria na kupanua upatikanaji na uelewa wa mtandao kwa wananchi. |
7 | ইউরোপীয় সংসদ অনুসারে তার এই আটকাদেশ অনলাইন সম্প্রদায়ের অনলাইনে প্রবেশাধিকার সীমাবদ্ধ করা এবং দেশটির মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করার প্রচেষ্টা। | Kwa mujibu wa Bunge la Ulaya, kukamatwa kwake ni sehemu ya jitihada za serikali ya Syria kujaribu kuzuia upatikanaji wa mtandao kwa jamii ya mtandaoni na hata kuminya uhuru wa kujieleza nchini humo. |
8 | তার মুক্তির আহ্বান জানিয়ে তৈরি করা ফেসবুক পাতা অনুসারে : | Kwa mujibu wa ukurasa wa Facebook ulioanzishwa na watetezi wake wakidai kuachiliwa kwake: |
9 | আদরা জেল থেকে বাসেলকে একদল প্রহরী এক অজানা স্থানে নিয়ে গেছে, যার কোন বাহিনীর সাথে যুক্ত তা অজানা। এই দলটি তার কাছে আসে এবং তাকে বলে যেন সে তার সব জিনিসপত্র গুছিয়ে নেয়। | Bassel alihamishwa kutoka gereza la Adra kwenda kusikojulikana baada ya walinzi wasiojulikana wanahusiana na nani, walipokuja na kumtaka akusanye vitu vyake. |
10 | এমনটা ভাবা হচ্ছে যে তাকে আল কাবোন এলাকার সামরিক পুলিশের প্রধান দপ্তর অবস্থিত বেসামরিক আদালতের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। | Inatarajiwa kwamba atakuwa amehamishiwa kwenye makao makuu ya mahakama ya kiraia kwenye eneo la Jeshi la Polisi huko Al Qaboun. |
11 | যখন তার সম্বন্ধে কোন তথ্য পাওয়া যাচ্ছে না,তখন আমরা তাকে নিয়ে উদ্বিগ্ন। | Tuna wasiwasi na maisha yake baada ya kutokujulikana amepelekwa wapi baada ya hapo. |
12 | ১৫ মার্চ ২০১-এ, সিরীয় বিপ্লব শুরুর প্রথম বার্ষিকীতে খারতাবিলকে গ্রেপ্তার করা হয়, সামরিক শাখা ২১৫ তাকে পাঁচ দিন ধরে জিজ্ঞাসাবাদ করে এবং তার উপর অত্যাচার করা হয়। | Khartabil alikamatwa mnamo Machi 15, 2012, siku ya kukumbuka mwaka mmoja tangu kuanza kwa mapinduzi ya Syria. Alihojiwa na kuteswa kwa siku tano na kikosi cha usalama cha Military Branch 215. |
13 | এরপর তাকে জিজ্ঞাসাবাদ বিভাগের শাখা ২৪৮-এ হস্তান্তর করা হয় এবং নয় মাস তাকে এমন এক স্থানে রাখা হয়, যেখানে তার সাথে কেউ দেখা করতে পারেনি। | Alihamishwa kwenye kwenye kitengo cha mahojiano namba 248 na hakuruhusiwa kuonana na watu kwa miezi tisa. |
14 | ৯ ডিসেম্বর, ২০১২-এ কোন আইনজীবীর উপস্থিতি ছাড়াই খারতাবিলকে এক সামরিক আদালতে হাজির করা হয় এবং তার বিরুদ্ধে ‘শত্রু রাষ্ট্রের হয়ে গুপ্তচর বৃত্তির” অভিযোগ আনা হয়। | Mnamo Desemba 9, 2012, Khartabil alipelekwa mbele ya mwendesha mashtaka wa jeshi bila kuwa na mwanasheria, na alishitakiwa kwa “kufanya upelelezi kwa ajili ya nchi adui”. |
15 | এরপর তাকে দামেস্কের আদরা কারাগারে পাঠানো হয়, যেখানে তাকে এখন পর্যন্ত বন্দী করে রাখা হয়েছে। | Alipelekwa kwenye gereza la Adra jijini Damascus, ambako amekuwa anashikiliwa, mpaka leo. |
16 | ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন (ইএফই) এখানে উল্লেখ করেছে যে : | Taasisi ya Electronic Frontier Foundation (EFF) inasema: |
17 | এক প্রযুক্তিবীদ এবং একটিভিস্ট হিসেবে বাসেলের দেখার শক্তি তাকে বন্দী করে রাখার জন্য এক লক্ষ্য বস্তুতে পরিণত করেছে। | Bassel alijikuta akikamatwa kwa sababu ya kuonekana kwake kama mtaalam wa teknolojia na mwanaharakati. |
18 | অনলাইনের এক দরখাস্ত, বাসেলের বন্ধু এবং প্রচারক মোহাম্মদ নাজেম যার উদ্যোক্তা, সেটি চেঞ্জ. অর্গ পাওয়া যাচ্ছে, যেটিতে দ্রুত বাসেলকে মুক্ত করে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। | Tamko la mtandaoni, lililoanzishwa na rafiki yake na mwanaharakati Mohamed Najem, linapatikana kwenye tovuti ya Change.org kudai Khartabil aachiliwe huru. |
19 | এই দরখাস্তে স্বাক্ষর করার জন্য দয়া করা এই লিঙ্কে ক্লিক করুন। | Tafadhali bofya kiungo hiki ili kutia saini. |
20 | বাসেলের বন্ধু এবং বাক স্বাধীনতার প্রচারক জিলিয়ান সি. | Rafiki na mwanaharakti wa uhuru wa mtandaoni Jillian C. |
21 | ইয়র্ক, যিনি ইএফএফ এর আন্তর্জাতিক মত প্রকাশ বিষয়ক মহাপরিচালক, এই আন্দোলনে তার সমর্থন প্রকাশ করেছেন। | York, ambye pia ni Mkurugenzi wa EFF kwa ajili ya kutetea uhuru wa kujieleza kimataifa, anamwunga mkono. |
22 | তিনি টুইট করেছেন : | Alitwiti: |
23 | আমার বন্ধু বাসেল সাফাদি সিরিয়ার আদ্রা কারাগার থেকে কোন অজানা স্থানে স্থানান্তরিত হয়েছে - অনুগ্রহ করে আমাদের পিটিশন সাইন করুন। | Rafiki yangu Bassel Safadi amehamishwa kutoka gereza la Adra nchini Syria, na hatujui aliko. Tafadhali tia saini tamko hili |
24 | আমরা জানি পিটিশন দিয়ে সিরিয়াকে (বা কাউকে) বোঝানো যাবে না - কিন্তু আমরা এর বেশী আর কি করতে পারি? | Tunajua matamko hayataishawishi serikali ya Syria (au yeyote) lakini ndicho tunachoweza kukifanya. |
25 | অনুগ্রহ করে সংবাদটি ছড়িয়ে দিন যাতে বাসেল নিরাপদে থাকে। | Tafadhali tusaidie kueneza ujumbe huu ili Bassel awe salama. |