Sentence alignment for gv-ben-20091101-7230.xml (html) - gv-swa-20091027-480.xml (html)

#benswa
1তিউনিশিয়ার নির্বাচন: সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে!!?Uchaguzi Tunisia: haki Bila Ya Upendeleo!!?
2যেমনটা ধারণা করা হয়েছিল, তিউনিশিয়ার রাষ্ট্রপতি জিনে আল আবিদিনে আলি পঞ্চমবারের মত একই পদে নির্বাচিত হলেন।Kama ilivyotabiriwa, rais Zine Al Abidine Ben Ali ameshinda uchaguzi kwa mara ya tano.
3তবে সবাই আশা ধারণা করতে পারেনি যে তিনি মোট ভোটের ৮৯. ৬২ শতাংশ লাভ করে বিজয়ী হবেন।Ambalo halikutarajiwa ni kuwa angeshinda kwa asilimia 89.62 ya kura zote.
4ধারণা করা হয়েছিল তিনি আরো বেশি ভোটে বিজয়ী হবেন।Utabiri ulikuwa kwamba angepata kura zaidi.
5বেন আলির শাসক দল দি ডেমোক্রেটিক কনস্টিটিউশনাল র‌্যালী নিরপেক্ষতা বজায় রেখেছে।Chama kinachotawala cha Ben Ali, Democratic Constitutional Rally nacho pia kilifanya vizuri.
6তারা সংসদের মোট ২১৪ টি আসনের মধ্যে ১৬১টিতে জিতেছে।Kilishinda viti vya bunge 161 katika viti 214.
7ছয়টি ভিন্ন দল অবশিষ্ট ৫৩টি আসন জিতেছে। বাকী আসনের মধ্যে: মুভমেন্ট ফর ডেমোক্রেটিক সোশালিস্ট -১৬টি, মোহামেদ বউচিহার নেতৃত্বে পরিচালিত পার্টি অফ পিপলস ইউনিটি পেয়েছে ১২টি, আহমেদ ইনুবিলির ইউনিয়ন অফ ডেমোক্রেটিক ইউনিয়নিষ্ট পেয়েছে ৯ টি, সোশাল লিবারেল পার্টি জিতেছে ৮টি, পার্টি অফ গ্রীন ফর প্রোগ্রেস পেয়েছে ৬ টি এবং আহমেদ ব্রাহমির এত্তাজাদিদ পার্টি জিতেছে ২ টি আসন।Viti 53 vilivyobaki vilinyakuliwa na vyama sita tofauti: Movement for Democratic Socialists, viti 16; Party of People's Unity, kinachoongozwa na Mohamed Bouchiha, viti 12; chama cha Union of Democratic Unionists cha Ahmed Inoubli, viti 9; Social Liberal Party, viti 8; Party of Greens for Progress, viti 6 na chama cha Ettajdid cha and Ahmed Brahim, viti 2.
8শাসক দল ঘোষণা করেছে যে ২০০৯ সালের নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে।Chama tawala kilitangaza haki na usawa katika uchaguzi wa 2009.
9কিন্তু নির্বাচন নিয়ে বিরোধী দল এবং ব্লগাদের মতামত ভিন্ন: তারা মনে করে দমন মূলক নীতি এবং কঠোর নিয়ন্ত্রণ ছিল এ বছরের এই রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনের চরিত্র, যা ২০০৯ সালের ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়।Lakini viongozi wa upinzani na wanablogu wana maoni mengine: wanafikiri kuwa vitendo vya ukandamizaji na udhibiti mkali kwenye taratibu za uchaguzi vilitawala uchaguzi wa rais na wabunge nchini Tunisia mnamo tarehe 25, Oktoba 2009.
10আরবাস্তা পরিহাস ক্রমে মন্তব্য করেছে:Arabasta anasema kwa kejeli: Hongera kwa ulichofanya!
11রাষ্ট্রপতি (যিনি পরবর্তী পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন) তাকেও আমি ধন্যবাদ জানাই এবং তাকে সমর্থন না করা ও ভোট না দেবার জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।
12আমি নিজের এই লজ্জাজনক কাজের নিন্দা জানাই, যদিও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে কিনা তা কখনো প্রশ্ন তুলি নি।Shukrani nyingi ziwafikie kwanza raia wa Tunisia ambao walitimiza wajibu wao jana katika uchaguzi ndani ya muundo wa demokrasia na usawa.
13এটা জানা কথা যে, যদি নির্বাচনে কারচুপি হত তা হলে রাষ্ট্রপতি ৯৮.Walimchagua rais mpya wa nchi na bunge jipya kwa kipindi kingine cha miaka mitano.
14৯৯ শতাংশ ভোটে বিজয়ী হতেন।Chaguo lilikuwa la busara na lililotafakariwa vyema.
15কিন্তু একজন নিরপেক্ষ পর্যবেক্ষক জানে যে তিউনিশিয়ার ২০০৯ সালের নির্বাচন, ২০০২ সালে ফ্রান্সে অনুষ্ঠিত নির্বাচন থেকে আলাদা নয়, যে নির্বাচনে জ্যাক শিরাক জিতেছিল।Hakuna aliyejaribu kuwashawishi watu na hata idhaa za televisheni na vyombo vya habari vya maandishi havikufungamana na upande wowote na vilihakikisha kuwa wagombea na wafuasi wao wanapata nafasi sawa bila kujali uhusiano wao na serikali.
16এ কারণে আমরা বলতে পারি যে এই নির্বাচন আমাদের উন্নত এবং মহান দেশগুলোর তালিকায় তুলে এনেছে।Shukrani zangu pia zimfikie rais (kwa miaka mingine mitano) na naomba radhi kwa kutomuunga mkono na kutokumpigia kura.
17Ninailaani tabia hii ya aibu japokuwa ninakumbuka ukweli kuwa sijawahi kutilia shaka kutofungamana kwenu na upande wowote wakati wa uchaguzi.
18নাকলেট ওয়েদ এল বে ( বে নদীর তাল গাছ) তিউনিশিয়ার ভাষায় লিখেছেন:Kama inavyoeleweka kuwa kama pangetokea udanganyifu basi matokeo yangekuwa asilimia 98.99.
19তিউনিশিয়ার তাৎপর্য হীন এই নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা নিয়ে আমি কোন প্রশ্ন তুলছি না। কিন্তু যদি আমরা আরো নমনীয় হতাম।Lakini msimamizi asiyefungamana na upande wowote anafahamu kwamba matokeo ya 2009 hayana tofauti sana na yale ya 2002 nchini Ufaransa wakati Chirac aliposhinda uchaguzi.
20এবং যদি সত্যিকারের বিরোধী দলের মুখের লাগাম না টেনে ধরতাম। এতে যদি রাষ্ট্রপতি ৭৭.Na hiyo ndio sababu inayotufanya tuweze kusema kuwa uchaguzi huu umetupandisha na kufikia daraja la nchi zilizoendelea na mataifa makubwa.
21৭ ভাগ ভোটে বিজয়ী হত তা হলে আমরা আমাদের নাগরিক হৃদয় থেকে ভণ্ডামি ও মানসিক জটিলতা অপসারণ করতাম।Nakhlet Wed El Bey (Mtende wa mto Bey) anaandika katika lugha ya Kitunisia: Sihoji haki na kutopendelea kwenye maigizo ya uchaguzi wa Tunisia.
22Je ingekuwaje kama tungelikuwa na uwezo zaidi Na kuondoa viziba midomo kutoka kwenye mdomo wa upinzani wa kweli Hapo rais angelishinda kwa asilimia 77.7 Na tungeondoa unafiki na wehu kutoka kwenye mioyo ya watu
23সাম থটস ফ্রম তিউনিশিয়া তার ব্লগে ভোটের দিনের শেষ বেলার ঘটনার কথা বর্ণনা করেছেন, সে সময় তিনি ভোট দিতে যান।Mwanablogu Some Thoughts from Tunisia, kwa upande wake, alielezea kilichomtokea wakati alipokwenda kupiga kura katika masaa ya mwisho wa siku hiyo:
24তিনি আমাদের জানাচ্ছেন তখন কি ঘটেছিল:Kama nilivyosema, mwenzangu alikwenda kwenye kituo cha kupigia kura kabla yangu.
25তারপরেও তারা তাকে বললো, কোন অসুবিধা নেই। আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, আর এরজন্য আপনাকে কোন স্বাক্ষর করতে হবে না।Wakati nilipoingia chumbani, niliwaona wale waliokuwepo wamechanganyikiwa na wangine walikuwa wakipepeseana macho wakijidai kana kwamba hakuna lolote lililotokea (hawakugundua kwamba tulikuwa pamoja).
26(পুরো কাগজ স্বাক্ষরে ভরে ছিল এবং নতুন কোন স্বাক্ষর করার জন্য ওই কাগজে আর কোন জায়গা ছিল না)Haraka nikaelewa kila kitu: wakati bado yule bwana akiwa nyumbani kwake, walikwishapiga kura na kusaini badala yake. Halafu wakamwambia: “hakuna kilichotokea Unaweza kuchagua wagombea wako na hauhitajiki kusaini.
27আমি যখন সেই কক্ষে দাড়িয়ে ছিলাম, সেই সময়ের মধ্যে এই সকল ঘটনা ঘটে।(Karatasi lote lilikuwa limesainiwa na hapakuwa na nafasi kwa saini nyingine).
28আমার সঙ্গী ভোট দিতে গেল এবং আমি তাদের ফিসফিসানি শুনতে পেলাম: তার বদলে তার গোত্রপ্রধান (ওমদা) এসে ভোট দিয়ে গেছে।Haya yote yalitokea wakati nikiwa nimesimama pale. Mwenzangu alikwenda kupiga kura na nikawasikia wananong'ona: “Omda” (chifu wa jamii) alipiga kura badala yake.