# | ben | swa |
---|
1 | বর্ণবাদ আচরণের সম্মুখীন সিরিয়ানদের সমর্থনে লেবানিজদের প্রচারাভিযান চালু | Walebanoni Wazindua Kampeni ya Kuwatetea Wasyria Dhidi ya Ubaguzi wa Rangi |
2 | বর্ণবাদ আচরণের সম্মুখীন সিরিয়ানদের সমর্থন করে একটি প্রচারাভিযান (আরবিতেঃ الحملةالداعمةللسوريينبوجهالعنصريّة) গত ২১ মার্চ, ২০১৪ তারিখে লেবাননে চালু করা হয়েছে। | |
3 | সাম্প্রদায়িক বৈষম্য দূরীকরণের জন্য পালিত আন্তর্জাতিক দিবসে এটি চালু করা হয়। | |
4 | “সমস্ত [লেবাননে অবস্থিত] সিরিয়ানদের প্রতি সহিংসতা, বর্ণবাদী রাজনৈতিক অলঙ্কারশাস্ত্র এবং সংশ্লিষ্ট মিডিয়ার প্রতারণাকে প্রত্যাখ্যান” করে লেবানিজরা এটি চালু করেছে। অন্য কথায় বলতে গেলে এটির মূল লক্ষ্য হচ্ছে, লেবাননে বসবাসরত সিরিয়ার উদ্বাস্তুদের প্রতি বেড়ে চলা যেসব বৈষম্য মূলক আচরণ মনে মনে উপলব্ধি করা হচ্ছে, সেগুলোকে মোকাবেলা করা। | Kampeni ya kuwatetea Wasyria wanaokabiliwa na ubaguzi wa rangi (Kwa kiarabu: الحملة الداعمة للسوريين بوجه العنصريّة) ilizinduliwa mnamo Machi 21, 2014, katika siku ya kimataifa ya Kuondoa Ubaguzi wa rangiwas, “katika kukataa aina zote za unyanyasaji dhidi ya Wasyria waishio Lebanon, hotuba za kisiasa zenye sura ya ubaguzi na matangazo yanayohusiana na ubaguzi huo kwenye vyombo vya habari.” |
5 | লেবানিজ রাজনীতিবিদদের প্রতি সক্রিয় কর্মীরা অভিযোগ করেছেন যে তারা রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত বিভিন্ন স্বার্থ হাসিল করতে সিরিয়ান শরনার্থী এবং কোন কোন অঞ্চলের লেবানিজ অধিবাসীদের মাঝে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। | Kwa maneno mengine, inakusudia kukabiliana kile kinachoifahamika kuwa kukua kwa ubaguzi dhidi ya wakimbizi wa Syria wanaoishi Lebanoni. Wanasiasa wa Kilebanoni wanatuhumiwa na wanaharakati kwa kutumia migogoro kati ya wakimbizi wa Syria na wenyeji wa baadhi ya maeneo ya Lebanoni kwa makusudi ya kisiasa. |
6 | মোহাম্মাদ ছারের সম্মানে “আমি কোন শহীদ নই” শিরোনামের প্রচারাভিযান শুরু করার পর পর্যায়ক্রমে অলিম্পিকের স্কি খেলোয়াড় জ্যাকি চামুনের সমর্থনে সর্ব প্রথম “আমি নগ্ন নই” শিরোনামের প্রচারাভিযানটি শুরু করা হয়। এরপর পারিবারিক সহিংসতার বিরুদ্ধে এই সাম্প্রদায়িকতা বিরোধী প্রচারাভিযানটি অনলাইন প্রতিবাদের একই (এবং এখন বেশ পরিচিত) পদ্ধতি ব্যবহার করে আসছে। | Baada ya kampeni ya “Mimi si Mhafidhina” kwa heshima ya Mohammad Chaar na kampeni ya “Mimi si uchi” kumwuunga mkono Jackie Chamoun mshindi wa Olimpiki wa Mchezo wa Kuteleza kwenye barafu na kisha dhidi ya Unyanyasaji wa Majumbani, kampeni ya kupinga ubaguzi wa rangi inatumia namna inayofanana (kwa sasa ni ile ile) ya kuonyesha upinzani mtandaoni kwa kuwaonyesha wananchi wakiweka habari na picha zao zenye kubeba ujumbe. |
7 | এই পদ্ধতিতে সাধারণ নাগরিকেরা তাদের সেলফি পোস্ট করছে, যা বিভিন্ন বার্তা বহন করে থাকে। | |
8 | ফ্রেঞ্চ ভাষায় বহুল প্রকাশিত লেবানিজ পত্রিকা “এল' ওরিয়েন্ট-লে জোরে” দেয়া একটি সাক্ষাৎকারে প্রচারাভিযানে অংশ নেয়া একজন সক্রিয় কর্মী বলেছেনঃ | Akizungumza na gazeti maarufu la Kilebanoni linaloandikwa kwa lugha ya Kifaransa “L'Orient-le Jour”, mmoja wa wanaharakati wanaoshiriki kwenye kampeni hiyo alisema: |
9 | এমনকি রাজনীতিবিদেরা মৌলিক সমস্যাগুলোরও সমাধান করতে পারেন না। যেমন, আমাদেরকে বিদ্যুৎ এবং গণ পরিবহন সুবিধা প্রদান করা, ত্রিপোলি এবং হারমেলে সহিংসতা বন্ধ করা, পারিবারিক সহিংসতা বন্ধ করা, ব্যয় বহুল টেলিকমিউনিকেশন সুবিধা প্রদান করা… সিরিয়ান শরণার্থীরা আসার আগেও এই সমস্যাগুলো ছিল। | Wanasiasa hawawezi hata kutatua matatizo ya msingi kama vile kuleta umeme na kuimarisha usafiri wa umma, kumaliza ghasia huko Tripoli na Hermel, unyanyasaji wa majumbani, gharama kubwa za mawasiliano ya simu…haya matatizo yamekuwepo kabla ya kuja kwa wakimbizi wa Syria na wanasiasa wetu hawakufanya lolote kuyatatua, wala hawajawahi. |
10 | কিন্তু আমাদের রাজনীতিবিদেরা সেগুলোর কোন সমাধান করেন নি। | Hapa ni baadhi ya mifano ya wale wanaoshiriki kampeni hiyo: |
11 | তারা কোন সমস্যারই সমাধান করতে চান না। তারা অতীতেও কখনও কোন সমস্যার সমাধান করেন নি। | “Na nyumba yetu ni nyumba yenu kama mko tayari kutukubali kama wazazi na wazazi, ndugu kwa ndugu |
12 | যারা এই প্রচারাভিযানটিতে অংশগ্রহন করেছেন, তাদের কয়েকটি উদাহরণ এখানে দেয়া হলঃ | Nilikutana na Msyria mmoja aliyetuletea fahari |
13 | “এবং আমাদের বাড়ি আমাদের বাড়ি হবে যদি আমরা আমাদের পিতামাতাকে পিতামাতা, ভাইকে ভাই হিসেবে মেনে নিই। | |
14 | আমি একজন সিরিয়ানের সাথে দেখা করেছিলাম, যিনি আমাদের দুইজন কেই গর্বিত করেছেন। | |
15 | উপরেঃ মানবতাবাদী। | Juu: Mtu athaminiye ubinadamu. |
16 | নিচেঃ বর্ণবাদী | Chini: Mbaguzi wa rangi |
17 | সে অপমানকর মৃত্যুর [আমাদের দেশে] মৃত্যু [তার দেশে] থেকে রেহাই পাননি। | Hakutoroka kifo [nchini kwake] ili aje afe kwa sababu ya kunyanyaswa [nchini mwenu] |
18 | প্রতিটি সিরিয়ানই ক্রিমিনাল নয় আবার প্রতিটি লেবানিজই নিষ্পাপ নয়। | Si kila Msyria ni mhalifu na si kila Mlebanoni hana hatia |
19 | সিরিয়ান শরণার্থীরা আমাদের মতঃ তাঁরা বাঁচতে পারে না। | Mkimbizi wa Syria ni kama sisi: hawezi kuishi vizuri. |
20 | দুর্নীতিগ্রস্ত শাসকশ্রেণীর প্রতি আপনার রাগ ঝারুন। | Elekezeni hasira zenu kwa tabaka la mafisadi wanaotawala. |
21 | সিরিয়ান হওয়ার আগে আমি একজন মানুষ | Mimi ni binadamu kabla sijawa Msyria. |
22 | বর্ণবাদকে না বলুন। | Kataa ubaguzi wa rangi. |
23 | লেবানন একটি ছোট্ট দেশ, কিন্তু এর হৃদয় অনেক বড়। | Lebanoni ni nchi ndogo, lakini ina moyo mkubwa. |
24 | আমাদের ৯০ শতাংশ বাড়ি সিরিয়ানদের তৈরি। | Asilimia 90 ya nyumba zetu zimejengwa na Wasyria. |
25 | আপনি বর্ণবাদী হলে, আপনার ঘর ছেড়ে দিন। | Kama ni mbaguzi wa rangi, ondoka kwa nyumba hizo. |
26 | এমনকি কিছু লোক আবার ঔপনিবেশিক উত্তরাধিকারেরও সমালোচনা করেছেন। | Baadhi hata walienda mbali na kulaumu historia iliyoachwa na wakoloni. |
27 | যেহেতু এক দেশের সীমানা অতিক্রমের মাধ্যমে ‘অভিবাসন' হয়ে থাকে … তাই আমি ‘স্বাগত' জানাতে পারিনা, কারণ, সেটি শুধুমাত্র আমার দেশ নয়। | Yeyote aligawanya ardhi kwa ‘wahamiaji' kuvuka mpaka kwenda kwenye nchi nyingine…siwezi kusema ‘karibu' kwa sababu hii si nchi yangu. |
28 | এবং তারা এমনকি একটি হাইওয়েতে একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দিয়েছেন: | Na hata wananing'iniza bango kwenye barabara kuu: |
29 | প্রিয় সিরিয়াবাসী জনগণ, স্বাগতম! | Mpenzi Msyria, Karibu! |
30 | লেবাননের হৃদয়ে আপনাদের স্বাগতম। | Karibu kwenye moyo wa Lebanon |