# | ben | swa |
---|
1 | কেনিয়াঃ নাইরোবিতে বোমা বিস্ফোরণ, টুইটারে আলোচ্য বিষয় | Kenya: Habari za Mlipuko Jijini Nairobi Zatawala Mijadala ya Twita |
2 | কেনিয়ার রাজধানী নাইরোবিতে প্রধান সড়কগুলোর মধ্যে মোই অ্যাভিনিউতে সোমবার বিকেলে একটি বিস্ফোরণ ঘটেছে। | Mlipuko unaodhaniwa kuwa ni bomu umesababisha madhara katika moja ya barabara kuu za Nairobi, Moi avenue, katika mji mkuu huo wa Kenya mchana wa Jumatatu. |
3 | প্রাথমিক তদন্তে এলাকাটিতে বৈদ্যুতিক ত্রুটির কারণে এ ঘটনার আভাস পাওয়া গেছে। | Uchunguzi wa awali unaonyesha kwamba mlipuko huo ulitokana na hitilafu ya umeme kwenye eneo hilo. |
4 | কেনিয়ার পুলিশ কমিশনার বোমা হামলার সাথে আল-শাবাবের জড়িত থাকার ঘটনা প্রত্যাখ্যান করেছেন। | Kamishna wa polisi wa nchi hiyo amekanusha tetesi kwamba mlipuko huo umetokana na shambulio la bomu linalohusishwa na kikundi cha kigaidi cha Al-Shabaab. |
5 | সোমালিয়ায় আল শাবাবের বিরুদ্ধে কেনিয়ার “অপারেশন লিন্ডা এনচি”(সোয়াহিলি ভাষায় দেশ রক্ষার অপারেশন) নামক সামরিক অভিযানের পর থেকে কেনিয়া সিরিজ বোমা ও গ্রেনেড হামলার শিকার হয়েছে। | Kenya imekumbwa na mfululizo wa mabomu tangu majeshi ya nchi hiyo yaingie Somalia kupambana na kikundi cha kigaidi cha Al Shabaab kwa kile kiichoitwa “Operesheni Linda Nchi”. |
6 | টুইটারে, নেট নাগরিকগণ #NairobiBlast (#নাইরোবিব্লাস্ট) ও #MoiAvenueBlast (মোয়াএভিনিউব্ল্যাস্ট) হ্যাশট্যাগ ব্যবহার করে এই ঘটনার ব্যাপারে আলোচনা ও তথ্য প্রকাশ করেছেন। | Kwenye mtandao wa twita, watumiaji wamekuwa wakijadili tukio hilo na kubadilishana taarifa kupitia alama ya #NairobiBlast na #MoiAvenueBlast. |
7 | নাইরোবিতে বিস্ফোরণের দৃশ্য। | Eneo la mlipuko jijini Nairobi. |
8 | টুইটপিকে @JoeWMuchiri কর্তৃক প্রকাশিত। | Picha imewekwa kwenye mtandao wa twitpic na @JoeWMuchiri |
9 | দয়া করে দূরে থাকুন: | Tafadhali kaa mbali: |
10 | @__RamzZy__(রামজি): আপনি সাংবাদিক না হলে, আপনার ঐ দৃশ্যের কাছে থাকার দরকার নেই। | @__RamzZy__: Kama wewe si mwandishi wa habari, kama huna shughuli inayokulazimu kuwa karibu na eneo la tukio, kaa mbali. |
11 | পুলিশ ও উদ্ধারকর্মীদেরকে তাদের কাজ করতে দিন। | Waache polisi na timu za uokoaji kufanya kazi zao. |
12 | #MoiAvenueBlast | #MoiAvenueBlast |
13 | @cobbo3(কবো৩): মোই ও কিমাথি রোডে বোমাবাজির পর সেখানে লোকজনের জড়ো হওয়া বিপজ্জনক। | @cobbo3: Ni hatari kwa watu kukusanyika kwenye mtaa wa Moi na Kimathi baada ya mlipuko huo. |
14 | যদি সন্ত্রাসী হামলা হয়, সাধারণত ভিড়ের মধ্যে আঘাতের জন্য কাছাকাছি দ্বিতীয় একটি বোমা থাকে। | Ikiwa mlipuko huo ni shambulio la kigaidi, mara nyingi bomu la pili laweza kulipuka kuangamiza maelfu |
15 | মাধ্যমগুলোর দায়িত্ব: | Wajibu wa vyombo vya habari: |
16 | @jaydab(জেইড্যাব): @mckenziecnn,নাইরোবিতে বোমাহামলা নিয়ে আপনাদের বক্তব্যের জন্য আমরা অপেক্ষা করছি। | @jaydab: @mckenziecnn, tunasubiri kuona na kusikia mtakachosema kuhusu mlipuko huu. |
17 | প্রতিবেদন করুন এবং অতিরঞ্জিত করবেন না। | Tujuzeni hali ilivyo na sio kutia chumvi. |
18 | @CyrusNjoroge(সাইরাসএনজর্জ): যখন এই শহরে সামাজিক মাধ্যম এসেছে, আমরা সবাই ‘দক্ষ' হয়ে গেছি। | @CyrusNjoroge: Vyombo vya habari vya kiraia vilipotua mjini, sote tumekuwa “wataalam”. |
19 | আমরা কখনোই কিছুর জন্য অপেক্ষা করি না। | Wala hatujisumbui kusubiri kusikia ukweli wa mambo. |
20 | #Nairobiblast | #Nairobiblast |
21 | @saddiqueshaban(সাদিকশাবান): আমি সত্যি আশা করি @MediaCouncilK মাধ্যমকেন্দ্র থেকে নাইরোবি হামলার উপর প্রতিবেদনের জন্য আগ্রহভাবে প্রত্যক্ষ করছে। | @saddiqueshaban: Ninatarajia kwa dhati baraza la habari @MediaCouncilK linafuatilia kwa makini yanayofanywa na vyombo vya habari kipindi hiki wanaporipoti tukio hili #nairobiblast. |
22 | #nairobiblast. দায়িত্ব অত্যাবশ্যক। | Uwajibikaji ni kitu cha lazima |
23 | @Kevin2Tek(কেভিন২টেক): #NairobiBlast নাইরোবি বিস্ফোরণ এখন বিশ্বে আলোচ্য বিষয়। | @Kevin2Tek: Alama inayotumika kujadili tukio la mlipuko huo, #NairobiBlast, sasa inatawala gumzo la mtandao wa twita duniani kote. |
24 | দয়া করে লক্ষ্য রাখুন কি টুইট করছেন, ভীতি বা মুখরোচক মিথ্যা ছড়াবেন না! | Tafadhali kuwa makini na kile unachotuma kwenye mtandao huo, usisambaze hofu au kujadili uongo! |
25 | কেন বিস্ফোরণ ঘটেছিল?: | Nini kimesababisha mlipuko?: |
26 | @iAMneshynsky(আইএমনেসিন্স্কী): জনগণের কোনরকম ধারণায় আসা এবং আল-শাবাবের দায়ভার নিয়ে বলা বন্ধ করা উচিত…এখানে যে কোন কিছুই হতে পারে। | @iAMneshynsky: watu wasikimbilie kufanya mahitimisho na kuhisi ni shambulio la al shabaab…chochote kinawezekana katika tukio hilo #NairobiBlast |
27 | #NairobiBlast @careywinnie(ক্যারিউইনি): ওহ ঈশ্বর, আমি আশা করি আমার ছবি স্টলের বন্ধু ও বাকি সবাই ঠিক আছে!! | @careywinnie: Mungu wangu, ninadhani maafiki zangu wapenzi wa filamu wako salama na wote wanaoishi maeneo hayo!! |
28 | #NairobiBlast #moiavenue কি হলো? | #NairobiBlast #moiavenue wtf happened? |
29 | @jowac50 (জোয়াক৫০): RT #NairobiBlast পুলিশ প্রধান ম্যাথু ইতেরে বললেন বিস্ফোরণ বৈদ্যুতিক ত্রুটির কারণে সংঘটিত - প্রতিবেদন | @jowac50: RT #NairobiBlast RT #NairobiBlast Mkuu wa Polisi Mathew Iteere anasema mlipuko ulisababishwa na hitilafu ya umeme -kwa mujibu wa taarifa mbalimbali |
30 | @Fionaakumu(ফিওনাকুমু): “হামলা” ও “বিস্ফোরণ” শব্দগুলো পুনঃনিরীক্ষণ করা উচিত। | @Fionaakumu: Maneno “mabomu” na “milipuko” yanaihitaji kuangaliwa upya. |
31 | কবে থেকে এগুলো একটি অপরটির প্রতিশব্দ হল? | Tangu lini maneno haya yakawa na maana inayofanana? |
32 | #MoiAvenueBlast | #MoiAvenueBlast |
33 | সরকারের দায়িত্বহীনতা: | Kuokuwajibika kwa serikali: |
34 | @tonybkaranja(টনিবিকারান্জা): আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রয়োজন কেবল কাগজে কলমে নয়। #nairobiblast | @tonybkaranja: Tunahitaji sana mpango wa kudhibiti majanga ambao hautakuwa tu kwenye makaratasi #nairobiblast |
35 | @MisterAlbie(মিস্টারঅ্যালবি): আবার আমাদের দুর্যোগ অসচেতনতা ও অপ্রস্তুতি আমাদের পেছন থেকে কামড়ে ধরেছে। #Firehydrants etc #MoiAvenueBlast | @MisterAlbie: Kwa mara nyingine tabia yetu ya kutokuwa na ufahamu sahihi na maandalizi dhidi ya matukio kama haya yanatugharimu #Firehydrants #MoiAvenueBlast |
36 | @TeamKonshens1(টিমকোশেন্স১): দেখলাম আমাদের জরুরি অবস্থার দায়িত্বে নিযুক্ত দলগুলো কতটা অক্ষম!!! | @TeamKonshens1: Inaonyesha namna mwitikio wa vikosi vya Dharura ulivyo duni! |
37 | টিভিতে সরাসরি সম্প্রচারে ছবির মত মনে হচ্ছে! | Inaonekana kama filamu kwenye runinga! |
38 | #NairobiBlast | #NairobiBlast |
39 | @iCabway(আইক্যাবওয়ে): #MoiAvenueBlast মোই অ্যাভিনিউ বিস্ফোরণ আরো একবার বোঝালো এই কষ্টের সময়ে কেন অগ্নিনির্বাপক ব্যবস্থা অত্যাবশ্যক। | @iCabway: #MoiAvenueBlast tukio hili linatukumbusha ulazima wa kuwa na mfumo unaoaminika wa maji yakuzimia moto katika kizazi hiki chenye matatizo. |
40 | আফ্রিকান শহরগুলো এ ব্যাপারে আশাহত করে। | Miji ya ki-Afrika haina habari na umuhimu wa kuchukua tahadhari. |
41 | দুর্ঘটনার মধ্যে লুট: | Wizi katikati ya Janga:: |
42 | @iAMneshynsky(আইএমনেসিন্স্কী): লুটেরারাই ভালো জানে তারা মোই অ্যাভিনিউতে কি করছিল #NairobiBlast | @iAMneshynsky:Wezi wanafanya kile wanachoweza kwenye mtaa wa Moi Avenue #NairobiBlast |
43 | @rmunene(আরমুয়েনে): কেনিয়ানরা হামলার কাছের দোকান থেকে জুতা ও কাপড় “টেনে নিচ্ছিল” #nairobiBlast #KTNLiveStream | @rmunene: Wa-Kenya wanasomba viatu na nguo kutoka kwenye maduka ya eneo la tukio. |
44 | পুলিশের অদক্ষতা: | #nairobiBlast #KTNLiveStream |
45 | @ArybaStacks(আরিবাস্ট্যাকস): আমি জানি না কেন পুলিশ এখনো লোকজনকে মোই অ্যাভিনিউতে ঢুকতে দিচ্ছে…যদি দ্বিতীয় কোন হামলা হয়? | Udhaifu wa kiutendaji wa Polisi: @ArybaStacks: Sijui kwa nini polisi bado wanaruhusu watu kwenda eneo la tukio…itakuwaje kama kuna mlipuko mwingine? |
46 | #MoiAvenueBlast | #MoiAvenueBlast |
47 | @Mwanikih(এমওয়ানিকিহ): পুলিশ জোর করে ভিড় খালি করার চেষ্টা করে খারাপ অবস্থাকে আরো খারাপ করছে। | @Mwanikih: Polisi wanafanya hali hii ambayo tayari ni mbaya kuwa mbaya zaidi kwa kutumia nguvu kuwatawanya watu. |
48 | এখন সবাই চিৎকার করছে “লিকুয়া ওয়াপি” [কোথায় ছিলে তুমি?] #NairobiBlast | Sasa hivi watu wanapiga kelele “Mlikuwa wapi?” #NairobiBlast |
49 | কেনিয়ান পুলিশ বলেছে হামলায় আহত ২৭ জন চিকিৎসাধীন রয়েছে। | Jeshi la Polisi la Kenya limesema kwamba watu wapatao 27 wamejeruhiwa na mlipuko huo na wanaendelea na matibabu. |