# | ben | swa |
---|
1 | রাজনৈতিক অস্থিরতার কারণে জুলাই মাসে থাইল্যান্ডে নতুন নির্বাচন | Wakati Mgogoro wa Kisiasa Ukikolea: Thailand Kufanya Uchaguzi Mwingine Mwezi Julai |
2 | সরকারবিরোধীরা সমাবেশ করে রাজা ভুমিবল আদুলিয়াজের প্রতি আনুগত্য জানাচ্ছেন। | |
3 | বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ দাবি করছেন। | Waandamanaji wanaoipinga serikali wakiwa wamekusanyika katika mkutano wa hadhara kumwuunga mkono Mfalme Bhumibol Adulyadej. |
4 | ছবি তুলেছেন সন্জি দে। | Waandamanaji hao wanadai kujiuzulu kwa Waziri Mkuu. |
5 | স্বত্ত্ব: ডেমোটিক্স (৫/৫২০১৪)। | Picha na Sanji Dee, Hati miliki @Demotix (5/5/2014) |
6 | আগামীকাল ৭ মে ২০১৪-এ ইংলাকের বিরুদ্ধে অভিযোগের রায় দেয়া হবে। | Mahakama itatoa hukumu ya madai hayo kesho, Mei 7, 2014, na Yingluck anaweza kuong'olewa madarakani kama atapatikana na hatia. |
7 | দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ইংলাককে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হতে পারে। | Je, wanannchi wa Thailand wana hamasa yoyote ya kufanya uchaguzi kwa mara ya pili ndani ya muda wa chini ya miezi sita? |
8 | তাহলে কি থাইল্যান্ডের অধিবাসীরা ছয়মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয় দফা ভোট দিতে যাচ্ছেন? | Uchaguzi baada ya uchaguzi imeonyesha kuwa wapiga kura nchini Thailand wana “wasiwasi” na “kuhofia” uchaguzi unaokuja. |
9 | একের পর এক নির্বাচনের ফলে থাইল্যান্ডের সাধারণ মানুষ আসন্ন নির্বাচন নিয়ে ভীত রয়েছেন। | |
10 | তবে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন, এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রায় দশকব্যাপী রাজনৈতিক সংকটের সমাধান হবে। | |
11 | উল্লেখ্য, এই কয় বছরে থাইল্যান্ড ৬ জন প্রধানমন্ত্রী, ৫টি সরকার, ৩টি নির্বাচন এবং একটি সামরিক অভ্যুত্থান দেখেছে। | |
12 | নতুন এই নির্বাচনের জন্য ব্যয় হবে ১২৭ মিলিয়ন মার্কিন, যা করদাতাদের ওপরে চাপ ফেলবে। এই করদাতাদের অনেকেই পিডিআরসি'র সমর্থক। | Wengi wanaamini kwamba uchaguzi huo hautaweza kutatua migogoro ya kisiasa iliyodumu kwa karibu muongo mzima ambayo imesababisha Thailand kutawaliwa na mawaziri wakuu 6, serikali 5, chaguzi 3 na mapinduzi ya kijeshi mara moja. |
13 | এরা এর আগের নির্বাচন বর্জন করেছিলেন। এবারের নির্বাচনও যদি বাতিল বা রদ হয় তাহলে প্রত্যেকের টাকা, সময়, সম্পদের অপব্যয় হবে। | Zaidi ya hayo, uchaguzi mpya unaweza kugharamu kiasi cha bilioni 3.8 baht ($127,000,000) ambazo ni mzigo mwingine kwa walipa kodi - ambao baadhi yao ni wafuasi wa chama cha PDRC kinachoweza kususia uchaguzi kabisa. |
14 | বিরোধীরা গত ফেব্রুয়ারির নির্বাচন বর্জন করেছিলেন। | Hii itakuwa kupoteza fedha, muda, rasilimali na kusumbua vichwa vya watu kama mambo yale yale yatatokea. |
15 | তাদের বক্তব্য ছিল, প্রধানমন্ত্রীর পরিবারকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ হবে না। | |
16 | তারা নির্বাচন বাতিলের দাবিতে তিন মাসের বেশি সময় ধরে রাজপথ অবরোধ করে রেখেছিলেন। | Wapinzani waligomea uchaguzi wa Februari wakidai kwamba mchakato wa uchaguzi haungekuwa huru na haki kama familia ya Waziri Mkuu itaruhusiwa kushiriki. |
17 | থাইল্যান্ডের অনলাইন জগতের মানুষজনের আলোচনা দেখে মনে হচ্ছে, ভোটাররা নির্বাচন নিয়ে দু:খভারাক্রান্ত: | Uchaguzi ulifanyika hata hivyo, ingawa ilibidi kukabiliana na maandamano makubwa mitaani yaliyoandaliwa na wapinzani kwa zaidi ya miezi mitatu. |
18 | পানটিপ ওয়েব বোর্ডে চাইচল এমসিএফসি লিখেছেন: আমি মনে করি না নির্বাচন অনুষ্ঠিত হবে। | Mazungumzo katika mitandao nchini Thailand yanaonekana kuonyesha kutokuwa na matumaini miongoni mwa wapiga kura nchini humo: |
19 | এটা সরকারের কারণে না। | Chaichol MCFC aliandika kwenye mtandao Pantip: |
20 | এটা সুথেপ ও তার সহযোগীদের কারণে হবে না। | Sidhani kama kutakuwa na uchaguzi. |
21 | সে বলেছিল, সে গত মাসে দেশের সংস্কার করবে। কিন্তু সে কিছুই করতে পারে নাই। | Si kwa sababu ya serikali, lakini kwa sababu ya Taug [Suthep] na washirika wake. |
22 | বরং রাস্তায় রাস্তায় টাকার জন্য ভিক্ষা করেছে। ১২০৪৯৬২ আরেকটি অভ্যুত্থানের দরকার বলে মন্তব্য করেছেন: | Alisema atafanya mageuzi nchini ndani ya kipindi cha miezi 6, lakini hakufanya chochote zaidi ya kuomba [fedha] mitaani na kusababisha uharibifu. |
23 | আমরা ইতোমধ্যে ঘর ভেঙ্গে দিয়েছি। | 1204962 anadhani labda mapinduzi mengine yanahitajika: |
24 | ক্ষমতা জনগণের কাছে আবার ফিরে এসেছে। | Tayari nyumba imevunjwa na madaraka yamerudishwa kwa watu wale wale. |
25 | তাহলে সংকট সমাধানে আমরা আর কি করতে পারি। | Nini kingine tunaweza kufanya [kutatua mgogoro]. |
26 | শুধুমাত্র আরেকটা অভ্যুত্থান দরকার। | Mapinduzi tu mengine ya kijeshi, tafadhali. |
27 | পিআরডিসি'র সমর্থকরা জনগণের কাছে গিয়ে নির্বাচন বানচালের আহবান জানাচ্ছেন। | |
28 | পিডিআরসি'র নেতা সুথেপের ফেসবুক পেজে ‘নির্বাচনের আগে সংস্কার নয়'এর পক্ষে সমর্থন জানিয়ে স্রোতের ন্যায় হাজারো মন্তব্য আসছে। | |
29 | ম্যাক্স চাকরিট লিখেছেন: থাইল্যান্ডে সংখ্যাগরিষ্ঠের শাসন কাজে আসে না। | Wafuasi wa chama cha PDRC walikwenda mbali zaidi na kuwataka watu kufanya hujuma kwenye uchaguzi huo. |
30 | কেন না, বেশিরভাগ মানুষ হলেন স্বল্প শিক্ষিত (অন্যান্য দেশে সংখ্যাগরিষ্ঠের শাসন ভালো)। | |
31 | এই জন্য থাই অধিবাসীদেরকে সহজেই উদ্দেশ্যসাধনের কাজে লাগানো যায়… পর্ন প্রামুলসাপ মন্তব্য করেছেন: | Kwa Suthep - kiongozi wa chama cha PDRC -ukurasa wa Facebook, maelfu ya maoni yalimiminika kwa lengo la kusaidia kampeni ya kupinga “Mageuzi kabla ya Uchaguzi”. |
32 | দেশ কে চালাচ্ছে, সেটা ব্যাপার না। | Max Chakrit aliandika: |
33 | সবচে' বড়ো কথা হলো তারা কৃষকের সাথে প্রতারণা করতে পারবে না। সামনের কয়েক সপ্তাহ বেশ গুরুত্বপূর্ণ। | Utawala wa wengi haufanyi kazi nchini Thailand kwa sababu sauti ya wengi huja kutoka kwa watu wasio na elimu (lakini katika nchi nyingine, utawala wa wengi ni mzuri). |
34 | এ সময়ে নির্বাচন নিয়ে যাবতীয় পরিকল্পনা করা হবে। | Hii ndio sababu watu wa Thailand hutawaliwa kwa urahisi …. |
35 | এখানে দুটি প্রতিবন্ধকতা রয়েছে। | Porn Pramualsap pia alitoa maoni: |
36 | একটি ইংলাক সিনাওয়াত্রা স্বয়ং। | Yeyote anayeendesha nchi, haijalishi, muhimu asiwadanganye wakulima. |
37 | তার বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ রয়েছে। | Wiki chache zijazo ni za muhimu kama uchaguzi utafanyika kama ilivyopangwa. |
38 | তিনি সেটা থেকে রক্ষা পাবেন কি না তা কেউ জানে না। আরেকটি হচ্ছে মে মাসের ২৫ তারিখে প্রার্থী নিবন্ধন প্রক্রিয়া। | Vikwazo viwili vikubwa ni pamoja na ikiwa Yingluck atakwepa mashtaka mawili yanayomkabili; na kingine ni ikiwa siku ya usajili kwa mgombea, iliyowekwa Mei 25, itaenda vizuri. |
39 | এটাকে খুব দক্ষতার সাথে করতে হবে। | Namna usajili utakavyofanyika kwa mafanikio ndiyo itakuwa kiashiria cha uchaguzi kufanyika. |
40 | প্রার্থী নিবন্ধন প্রক্রিয়া যদি সফলভাবে হয়, তাহলে ভালোভাবে নির্বাচন হওয়ার সম্ভাবনা জাগবে। | |