# | ben | swa |
---|
1 | প্যালেস্টাইন: আরাফাতের মৃত্যু উদঘাটনের প্রশ্ন নিয়ে তথ্যচিত্র | Palestina: Makala Kuhusu Kifo cha Arafat yaibua maswali |
2 | ২০১২ সালের ৩রা জুলাই খবরের চ্যানেল আল জাজিরা ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের রহস্যজনক মৃত্যু উদঘাটন নিয়ে একটি তথ্যচিত্র প্রচার করেছে। | |
3 | ২০০৪ সালের ১১ই নভেম্বর প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন এবং ঐ তথ্যচিত্রে বলা হয়েছে যে স্বাভাবিকভাবে নয়, আরাফাত পোলনিয়ামের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। | |
4 | এই তথ্যচিত্র প্রকাশের আগে ও পরে, অনেক ফিলিস্তিনি টুইটার ব্যবহারকারী এ সম্পর্কিত প্রমাণ নিয়ে তাদের চিন্তাভাবনা ও প্রতিক্রিয়া জানিয়েছেন। | |
5 | অধিকাংশই আরাফাতকে বিষ প্রয়োগ করার অভিযোগে বিস্মিত হন নি, অনেকেই কিছু একটাকে নির্দেশ করেছেন। যাহোক, অভিযোগের নতুন ব্যাখ্যা হল পোলনিয়াম ব্যবহার। | Mnamo tarehe 3 Julai, 2012 kituo cha televisheni cha Al Jazeera ilionesha makala ambayo yalihusu uchunguzi wa kifo cha kutatanisha cha Rais wa Palestina Yasser Arafat. |
6 | ২০০১ সালের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে ইয়াসির আরাফাত। ছবি রেমি স্টেইনেগারের সৌজন্যে (CC BY-SA 2.0). | Alifariki dunia Mjini Paris mnamo tarehe 11 Novemba, 2004 na makala hayo yaliashiria kwamba hakufariki kwa njia ya kawaida ila aliwekewa sumu ya poloni. |
7 | নয় মাস তদন্ত করে প্রেসিডেন্ট আরাফাতের [মৃত] দেহে বিষাক্ত পোলনিয়ামের অস্তিত্ব পেয়ে আল জাজিরা আরাফাতের মৃত্যু নতুন করে উদঘাটন করেছে। এবং আমি বলেছিঃ | Wakati na hata baada ya kuonyeshwa kwa makala hayo, wa-Paletistina wengi wanaotumia twita walitwiti kutoa maoni na miitikio yao kuhusu ushahidi uliotolewa. |
8 | সবাই ভাবছে আল জাজিরার তথ্যচিত্রে নতুন কি তথ্য দেয়া হয়েছে, যখন পুরো জাতি জানল যে প্রেসিডেন্টকে বিষ প্রয়োগ করা হয়েছিল। নতুন প্রমাণটি কি, যা আগে কেবল গুজব ছিল। | Wengi wao hawakushangaa kuhusu madai ya kwamba Arafat aliwekewa sumu, jambo ambalo kwa muda limedaiwa na watu wengi. |
9 | অনেক ফিলিস্তিনিরই প্রশ্ন তথ্যচিত্রটি এখন কেন প্রচারিত হচ্ছে, এবং এর ব্যাখ্যা হিসেবে ষড়যন্ত্রকে বোঝানো হচ্ছে। টুইটার ব্যবহারকারী মজিদ বলেনঃ | Hata hivyo, madai ya kwamba sumu ya poloni ilitumiwa, huo ulikuwa ushahidi mpya wa kina. |
10 | ইয়াসির আরাফাতকে হত্যার জন্য আট বছর ধরে যারা ষড়যন্ত্র করেছিল সত্য অনুসন্ধানকারীদের উদ্দেশ্যে তাদের “সন্দেহপ্রবণতা” বিরক্তিকর। | Yasser Arafat katika Mkutano wa Jukwaa la Uchumi wa dunia mjini Davos, Januari 2001. |
11 | ইয়াসির আরাফাতের সমাধি। ছবি মেরি-ক্যাথরিন রিমের সৌজন্যে (CC BY-NC 2.0). | Picha ya Remy Steinegger (CC BY-SA 2.0) |
12 | নূর আবেদ আল জাজিরা ও এর মাধ্যম সম্পর্কে তার বিরূপ মনোভাব লুকাননি, কিন্তু তিনি তথ্যচিত্রটির জন্য প্রশংসা করেছেনঃ | |
13 | আমরা সবাই জানি যে অন্য যে কোন চ্যানেলের মত আল জাজিরারও এক এজেন্ডা আছে, যার প্রত্যেক কর্মকান্ডের পেছনে কোন না কোন কারণ ও লক্ষ্য রয়েছে, কিন্তু আরাফাতের মৃত্যু নিয়ে সেটি যা প্রকাশ করেছে তাকে আপনি উপেক্ষা করতে পারবেন না। | |
14 | ডায়না আলজির আরো উত্তরের অপেক্ষায় রয়েছেনঃ | Mtumiaji twita, ‘Maoni kutoka Gaza' alitwiti: |
15 | @মানারারাম: আমি পরবর্তী যে প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছি তা হল “কে আরাফাতকে হত্যা করেছে?” ইসমায়েল মোহাসেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে কিছু অভিযোগ করে টুইট বার্তা করেছেনঃ | Al Jazeera imefunua ukweli mpya kuhusu kifo cha Arafat baada ya uchunguzi wa miezi tisa, iligundua kiwango cha juu cha sumu ya poloni katika vifaa alivyokuwa akivitumia marehemu Rais Arafat |
16 | আমরা এখনো ফিলিস্তিনি কর্তৃপক্ষের মন্তব্যের অপেক্ষায় রয়েছি। | Na mimi mwenyewe nikatoa maoni: |
17 | বিশেষ করে তথ্যচিত্রটি নির্দিষ্ট কয়েকজনের জড়িত থাকার কথা নির্দেশ করেছে। | Kaburi kubwa la Yasser Arafat. |
18 | তাতে কোন সন্দেহ নেই! একই সুরে, রামি খারিস টুইটবার্তায় বলেছেনঃ | Picha ya Mary-Katherine Ream (CC BY-NC 2.0). |
19 | ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় ধাক্কা হল - স্বামীর বিষক্রিয়ার উপর সুহা আরাফাতের তদন্তের অনুরোধের পরে - প্রতিবেদন পাওয়া যায় যে তার মৃত্যুর পর কোন [সরকারি] তদন্ত হয় নি। | |
20 | ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি ইয়াসির আরাফাতের বিধবা স্ত্রী সুহা আরাফাতের তার মৃত স্বামীর দেহ উত্তোলন করে তদন্তের অনুরোধ দ্বারা তথ্যচিত্রটি শেষ হয়। | |
21 | প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে বলেন যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরাফাতের দেহবশেষ কেন উত্তোলন করা হবে না তার কোন “কারণ দেখে নি”। | Nour Abed hakuficha maoni yake hasi kuhusu Al Jazeera na wanahabari kwa jumla, lakini aliisifu idhaa hiyo kwa makala hayo: |
22 | পরবর্তীতে কি হবে তা দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। | Diana Alzeer alitarajia kupata majibu zaidi: |