Sentence alignment for gv-ben-20091031-7213.xml (html) - gv-swa-20091106-547.xml (html)

#benswa
1ইন্দোনেশিয়ার ব্লগ উৎসবেTamasha la Blogu Indonesia
2ইন্দোনেশিয়ার একটি স্পন্দমান ব্লগারের দল রয়েছে যারা সমাজকে বেশ গুরুত্ব প্রদান করে।
3এ কারণে বার্ষিক ব্লগ উৎসব (পেস্তাব্লগার) ব্লগারদের মনোযোগ আকর্ষণ করেছে এবং দ্বীপরাষ্ট্রটির বিভিন্ন স্থান থেকে প্রযুক্তি প্রেমীরা এই উৎসবে এসে হাজির হয়েছে।
4রাজধানী জাকার্তায় ইন্দোনেশিয়ার এই ব্লগার উৎসব ব্লগারদের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। ব্লগার উৎসবের কিছু ভিডিও দৃশ্য।Indonesia ina uwanja wa blogu uliosisimka na wenye msisitizo mkubwa kwa jamii.
5এই নিয়ে তৃতীয় বারের মত এই উৎসব পালন করা হল, এবং বিষয়টি উৎসাহ জনক যে প্রতি বছর অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। ইন্দোনেশিয়ার বিভিন্ন চরিত্রের ব্লগার রয়েছে।Tamasha la mwaka la wanablogu (Pestablogger) la Indonesia liliwavutia wanablogu na wapenzi wa teknolojia kutoka sehemu zote za taifa.
6তার যে কেবল ভৌগোলিক ভাবে আলাদা নয়, বয়স এবং পেশার দিক থেকে ব্লগাররা আলাদা রকমের। ব্লগিং এর নীতিমালা নিয়ে এক বিশেষ আলোচনা।Ukumbi uliojaa wa tamasha la blogu la Indonesia
7সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতা নিয়ে এক বিশদ আলোচনা।Taswira kutoka kwenye tamasha la blogu.
8একজন সিটিজেন জার্নালিস্ট বা নাগরিক সাংবাদিক ব্লগারদের সামনে তার অভিজ্ঞতা তুলে ধরছে। কিভাবে বিভক্ত ইন্দোনেশিয়াকে ব্লগের মাধ্যমে এক করা যায় সে সম্বন্ধে এক আলোচনা অনুষ্ঠান।Hii ilikuwa ni mara ya tatu kwa tukio hili la mwaka kufanyika na ni vizuri kuona idadi ya washiriki inaongezeka kila mwaka.
9অংশগ্রহণকারীরা এখানে একই সাথে কি ভাবে বহি:বিশ্বের সাথে ইন্দোনেশিয়ার যোগাযোগ তৈরির ক্ষেত্রে কি ভাবে ব্লগের ব্যবহার করা যায় সে সম্বন্ধে আলোচনা করছে।
10ট্রিসটাম (অনুষ্ঠানের এক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি), চিপ (ভিয়েতনামের প্রযুক্তিপ্রেমী), এবং রেট্টি (ইন্দোনেশিয়ার ব্লগার) এক সাথে আলোচনা করছে।
11ইন্দোনেশিয়ার এই সম্মিলনে ক্যাম্বোডিয়া বা থাইল্যান্ডের অনুষ্ঠানের মত বড় আকারে বহিরাগত অংশগ্রহণ কারীদের উপস্থিত হতে দেখা যায় নি।
12তারপরেও কৌতূহলী লোকজন এখানে উঁকি দিয়েছে এবং পরের বার এই অনুষ্ঠানে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল থেকে আরো অনেক অংশগ্রহণ কারীর উপস্থিত ঘটবে বলে আশা করা হচ্ছে।
13ব্লগার উৎসবে পরার জন্য যে টি শার্ট তৈরি করা হয়েছে তাতে এক বাটিক শিল্পী রং করছে।
14আলোচনা থেকে খানিকটা বিরতি নিয়ে ব্লগাররা কিছুক্ষণের জন্য সঙ্গীত উপভোগ করছে।pestablogger09