# | ben | swa |
---|
1 | বাড়ির চারপাশ থেকে সংগৃহীত ইসরাইলের বুলেট দিয়ে ফিলিস্তিনের মানচিত্র আঁকল এক মেয়ে | Msichana Achora Ramani ya Palestina kwa Kutumia Risasi za Israeli Alizokusanya Karibu na Nyumbani Kwao |
2 | ফিলিস্তিনি এক মেয়ে ইসরায়েলি বুলেট ব্যবহার করে ফিলিস্তিনের মানচিত্র এঁকেছে। | Msichana wa ki-Palestina achora ramani ya Palestina kwa kutumia maganda ya risasi za Israeli. |
3 | টুইটারে ছবিটি শেয়ার করেছেন @পালেস্টানিজম | Picha imetumwa na @Palestinianism kwenye mtandao wa Twita |
4 | এই ছবিটি আজ সামাজিক মিডিয়াতে ব্যাপক আলোড়ন তুলেছে। | Picha hii inazunguka sana kwenye mitandao ya kijamii leo. |
5 | টুইটারে পালেস্টানিজম এর ২১৮০০ অনুসারী রয়েছে। তাঁর মতেঃ | Kwa mujibu wa Palestinianism, mwenye wafuasi 21,800 kwenye mtandao wa Twita: |
6 | এই মেয়েটি তাঁর বাড়ির চারপাশ থেকে ইসরাইলের ছোঁড়া বুলেট সংগ্রহ করেছে এবং তা দিয়ে #ফিলিস্তিনের মানচিত্র এঁকেছে। | Msichana huyu wa ki-Palestina amekusanya maganda ya risasi za Waisraeli karibu na nyumbani kwao na kuyatumia kuchora ramani ya Palestina. |
7 | পালেস্টানিজম আরও বলেছেনঃ | Palestinianism continues: |
8 | আমি মাঝে মাঝে আশ্চর্য হই এই ভেবে যে তাঁর বয়সের শিশুরা কিভাবে বেড়ে উঠবে? যেখানে তারা সব সময় ইসরাইলি ট্যাংক, বুলেট, গ্রেনেড, রকেট, বোমা দ্বারা বেষ্টিত থাকে! | I sometimes wonder what children her age will grow to be when they surrounded by Israeli tanks, bullets, grenades, rockets, bombs. |
9 | তিনি যোগ করেছেনঃ | - F. (@Palestinianism) February 8, 2015 |
10 | এই শিশুরা যদি রাগ ও ঘৃণা ছাড়া আর কিছু না নিয়েই বড় হয়, তবে তার জন্য কে দায়ী? | And adds: Who is to blame if these children grow up with nothing but anger and hatred. |
11 | এই মেয়ের পরিচয়, অথবা ফিলিস্তিনের কোথায় তাঁর বাস, সে সম্পর্কে আর কোন তথ্য নেই। | - F. (@Palestinianism) February 8, 2015 There is no more information available about the identity of the girl, or where in Palestine she is from. |