Sentence alignment for gv-ben-20120823-30217.xml (html) - gv-swa-20120820-3828.xml (html)

#benswa
1সৌদী আরব: সক্রিয়তাবাদী রীমা আল জোরেস ঈদের দিনে গ্রেফতারSaudi Arabia: Mwanaharakati Reema Al Joresh Atiwa Kizuizini katika Sikukuu ya Idi
2আজ সকালে (১৯ আগস্ট ২০১২) সৌদী মহিলা সক্রিয়তাবাদী ও টুইটার ব্যবহারকারী রীমা আল জোরেসকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তিনি ঈদ-উল- ফিতর উদযাপনের জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন।Mwanaharakati wa Ufalme wa Saudia ambaye pia ni mtumiaji Twita, Reema Al Joresh, alitiwa mbaroni kwa muda mfupi mapema leo [19 Agosti 2012] wakati alipokuwa anaelekea kwenye msikiti kusherehekea Sikukuu ya Idi el Fitr - ambayo ni maalumu kwa Waislamu mara baada ya Mfungo wa Mwezi Mtukufu wa Ramadhani.
3রমজানের পর ঈদ-উল- ফিতর মুসলিমদের বন্ধের দিন। আল জোরেহ ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিবর্তনমূলক অন্তরীণের একজন সোচ্চার সমালোচক।Al Joresh ni mkosoaji mkubwa dhidi ya wizara ya Mambo ya Ndani ya Saudi kwa kuwekwa watu kiholela kizuizini.
4তাছাড়া তিনি আট বছর যাবত বিচারবিহীন অবস্থায় কারান্তরিন একজন বন্দীর স্ত্রী।Aidha, yeye ni mke wa mfungwa ambaye amekuwa kizuizini kwa miaka nane bila ya kufunguliwa mashtaka.
5সৌদী আরবে নিবর্তনমূলক অন্তরীণের বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে তিনি ৫০০টি উপহারের সাথে পত্র বিতরণের পরিকল্পনা করেন।Alikusudia kutoa zawadi zipatazo 500 pamoja na barua ya kukuza uelewa wa watu kuhusu suala la kukamatwa kwa watu kiholela nchini Saudi Arabia.
6আল জোরেহ ভোর ৫:১১ মিনিটে (সৌদী সময়) টুইট করেন [আরবি]:Saa 5:11 alfajiri (saa za Saudia), Al Joresh alituma twiti:
7শুভেচ্ছা, পুলিশ আমাকে ও আমার সন্তানদের গ্রেফতার করেছে।Hamjambo? Polisi wamenitia mbaroni mimi na watoto wangu.
8রীমা আল জোরেহ কর্তৃক পোস্টকৃত ছবি। তিনি টুইট করেন: আমাদের গ্রেফতার করা হয়েছে [ আরবি]Picha imewekwa na Reema Al Joresh wakati akituma twiti: Sisi tumekamatwa [ar]
9আব্দুলআজিজ আল- শিহরি টুইট করেনঃAbdulaziz al-Shihri alitwiti:
10“গুপ্ত পুলিষের প্রাক-ইসলামের উদারতা কিংবা ইসলাম-পরবরতী মূল্যবোধ কোনোটশেরনেই।“Askari kanzu hawana si tu ukarimu uliokuwepo kabla ya Uislamu, bali hata maadili ya baada ya kuwepo Uislamu.
11হায় আল্লাহ, আমাদেরকে রেহাই দিন- মিশরীয়দের মত- তাঁদের মত নয়।”Ee Mungu, hebu tupumzishe - kama Wamisri -kwa kuwaondolea mbali hawa “
12মোহাম্মাদ আল-অগাইমি বলেনঃMohammad al-Ogaimi aliongezea:
13তাঁর অনুসারীর সংখ্যা ৮০০ জন, এখন তাঁর অনুসারী ২১০০, তোমাদের দমনের কারনে তাঁদের কণ্ঠস্বর আরও বহুদূর যাবে।Alikuwa na wafuasi 800 wa Twita, sasa anao 2100. Pamoja na ukandamizaji wenyu, sauti zao zitakwenda mbali zaidi.
14টুইটারে আল জোরেহ এর মন্তব্য অনুসারীর সংখ্যা, তাঁর পোস্ট লেখার সময় যা ছিল তা এখন বৃদ্ধি পেয়ে ৩,৫০০ জন হয়েছে এবং ক্রমাগত তাঁর অনুসারী বৃদ্ধি পাচ্ছে।Picha ya ukurasa wa Twita wa Al Joresh ukionyesha idadi ya wafuasi alio nao kwenye Twita Maoni hayo yanahusu idadi ya wafuasi alikuwa nao Al Joresh kwenye Twita.
15টুইটারে আল জোরেহ-এর অনুসারী সংক্রান্ত স্ক্রিন শটWakati wa kuandika posti hii, walikuwa wameongeza na kufikia karibu 3500 huku wakiendelea kuongezeka.
16রীমা মুক্তি পাওয়ার পর তাঁর সাথে কী ঘটেছিল সে বিষয়ে তিনি একাধিক টুইট করেনঃWakati Reema alipoachiliwa, aliandika mfululizo wa twiti kueleza yaliyotokea:
17ভোর ৪:৩০ মিনিটে আমি আমার উপহারসহ ঈদ মসজিদের দিকে যাচ্ছিলাম।Saa 10:30 alfajiri, mimi nilielekea kwenye msikiti wa Eid na zawadi zangu.
18আমার বাড়ি থেকে ১০০ মিটার দূরে তাঁরা আমাদের গাড়ি থামাতে চেষ্টা করে এবং আমাদের দিকে মেশিন গান তাক করে।Mita 100 kutoka kwenye nyumba yangu, gari lilijaribu kutuzuia na wakatuelekezea bunduki.
19আমার মেয়ে সারা তাঁদের বলেঃ “তোমরা আমার বাবাকে চুরি করেছ আর এখন আমাদের চুরি করতে এসেছ?” ।Binti yangu Sara akawaambia: “Mmemuiba baba yangu na sasa mmekuja kutuiba sisi?”.
20তাঁরা আমার ক্রন্দনরত মেয়ে মারিয়াকে [অন্য মেয়ে] থামাতে চেষ্টা করে।Walijaribu kumnyamazisha binti yangu [mwingine] Marya, ambaye alikuwa analia.
21তাঁরা আমার ছেলে মোয়াত কে ধরে এবং গাড়িচালককে গাড়ি থেকে বের করে, এরপর একজন পুলিশ আমার ফোন কেড়ে নেবার চেষ্টা করে, এ সময় মোয়াত তাঁদেরকে আমার গায়ে হাত না বলে […] তাঁরা উপহারগুলো নিয়ে যায় […] একজন পুলিশ সামনের আসনে চালকের পাশে বসে এবং চালককে বুরাইদার জেনারেল ইন্টেলিজেন্স অফিসে যেতে বলে।Walimtoa mwanangu Mo'ath na dereva nje ya gari kisha polisi alijaribu kuchukua simu yangu, lakini Mo'ath alimwambia asiniguse hata chembe […] walichukua zawadi na […] polisi alikuja katika kiti cha mbele na alimwamuru dereva kuelekea katika ofisi ya Mkuu wa Upelelezi huko Buraidah.
22এক ঘণ্টা ধরে তাঁরা জেরা করে এবং ঐ বাক্সগুলোতে […] তাঁরা বিস্ফোরক খোঁজার চেষ্টা করে। তাঁরা আমাকে আমার স্বীকারোক্তি লিখে দিতে বলে।Kwa saa moja, walinihoji na kujaribu kutafuta mabomu ndani ya yale masanduku […] Walinitaka niandike kukiri kwangu makosa.