# | ben | swa |
---|
1 | রাশিয়া: মস্কো সাবওয়ে বোমা হামলার প্রাথমিক খবর | Urusi: Habari za Mwanzo za Milipuko ya Mabomu |
2 | মস্কোর সোমবার সকালের রুটিন আজ ২৯শে মার্চ সকালে ভেঙ্গে গিয়েছিল সাবওয়েতে দুটি আত্মঘাতী হামলার ফলে, যার ফলে অন্তত ৩৮ জন নিহত আর ৭০ জন আহত হয়েছেন (অনেক ছাত্র ছিলেন, ৪০ বছরের কম বয়সের)। | Utaratibu wa Jumatatu asubuhi mjini Moscow ulivunjwa leo na milipuko miwili ya mabomu ya kujiua [EN], ambayo yaliua watu wapatao 38 na kujeruhi kwa uchache watu 70 (wengi wa walioathirika walikuwa ni wanafunzi wenye umri wa chini ya miaka 40). |
3 | আত্মঘাতী হামলা দুইজন মহিলা চালান যারা কথিত উত্তর ককেশাস বিদ্রোহীদের সাথে সম্পর্কিত। | Milipuko hiyo ya mabomu ya kujiua ilifanywa na wanawake wawili wanaodaiwa kuwa na uhusiano na Waasi wa Caucasus Kaskazini [EN]. |
4 | ব্লগাররা সর্বপ্রথমে এই দুর্ঘটনার কথা জানানো শুরু করে এবং একমাত্র স্থির মিডিয়া হিসাবে কাজ করে কারণ মূল সংবাদ ওয়েবসাইট উচ্চ ট্রাফিকের কারনে সাড়া দিতে ব্যর্থ হয় আর টিভি চ্যানেল খুব আস্তে আস্তে কাজ করেছে। | Wanablogu walikuwa ni miongozni mwa watu wa kwanza kusambaza habari kuhusu tukio hilo baya, na hivyo kuwa chombo cha habari imara wakati tovuti nyingi za vyombo vikubwa vya habari viliposhindwa kutoa huduma kutokana na msululu mkubwa (wa watumiaji wa mtandao) na idhaa za televisheni zilikuwa taratibu mno katika kutayarisha maudhui katika wakati unaotakiwa. |
5 | টুইটার ব্যবহারকারী ক্রাসনোভা লক্ষ্য করেছেন, টুইটার হ্যাশট্যাগ #মেট্রো২৯ প্রতি সেকেন্ডে ৪০টি টুইট পাচ্ছিল যেখানে টিভি চ্যানেল মাত্র ৪টা গল্প তৈরি করতে পেরেছিল। | Kama vile mtumiaji wa Twita Krassnova alivyoona [RUS], alama ya twita ya #metro29 [RUS, EN] ilikuwa na jumbe 40 kwa sekunde wakati idhaa za televisheni ziliweza kuandaa habari 4 tu. |
6 | দুই ঘন্টার কম সময়ে মেট্রো২৯. রু ওয়েবসাইট প্রতিষ্ঠা করা হয়েছে ঘটনা জানানোর জন্য। | Chini ya masaa mawili tovuti ya metro29.ru iliundwa ili kupasha habari kuhusu tukio hilo. |
7 | প্রথম একজন ব্লগার যিনি এই ঘটনা জানান তিনি মারিনা লিতভিনোভিচ (লাইভ জার্নাল ব্যবহারকারী এবস্ট্রাক্ট২০০১), সরকার বিরোধী একজন ব্লগার। তিনি লুবিয়াঙ্কা সাবওয়ে স্টেশন থেকে ছবি পোস্ট করেছেন, যেখানে প্রথম বিষ্ফোরণ ঘটে: | Mmoja kati ya wanablogu wa kwanza kutangaza habari hii alikuwa Marina Litvinovich (ambaye pia ni mtumiaji wa LJ abstract2001), mwanablogu wa upinzani, ambaye alituma picha kutoka kituo cha treni cha Lubyanka [RUS], palipotokea mlipuko wa kwanza: |
8 | ‘লুবিয়াঙ্কা' সাবওয়ে স্টেশনের লবি, ছবি এবস্ট্রাক্ট২০০১ এর সৌজন্যে | Ukumbi wa stesheni ya "Lubyanka", picha na abstract2001 |
9 | দ্বিতীয় বিষ্ফোরণ ঘটার স্থান পার্ক কুলটুরি সাবওয়ে স্টেশন থেকে যাত্রীদের সরিয়ে নেয়া দেখা যাচ্ছে এমন একটি ইউটিউব ভিডিও আছে, যা পোস্ট করেছেন বারানোভোয়েব: | Hapa pia kuna video ya YouTube inayoonyesha abiria wanavookolewa kutoka katika stesheni ya treni ya Park Kultury, palipotokea mlipuko wa pili, kama ilivyotumwa na mtumiaji baranovweb: |
10 | কিছুক্ষণের জন্য তথ্য আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। | Kuanguka kwa muda mfupi kwa mawasiliano na usafiri kulifuata. |
11 | আতঙ্কিত মস্কো বাসী যখন একসাথে খোঁজ নিচ্ছিলেন তাদের আত্মীয়, বন্ধুরা ঠিক আছেন কিনা তখন মস্কোর কেন্দ্রের সেল ফোন নেটওয়ার্ক ভেঙ্গে পড়ে। | Wakati Wakazi waliokuwa na hofu wa jiji la Moscow walipoanza kuangalia kama ndugu na marafiki wapo hai, mtandao wa simu za mikononi katikati ya jiji la Moscow ulikatika. |
12 | লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী অফনেট অভিযোগ করেছেন যে সেলফোন ব্লাক আউটের কারণ হল একটি আমলাতান্ত্রিক রুটিন যেখানে এই চুড়ান্ত পরিস্থিতিতে প্রয়োজন ছিল একটা রি-ট্রান্সলেটর সেল স্টেশন স্থাপন করা। | Mtumiaji wa LJ offnet alilalamika kwamba moja ya sababu za kukatika kwa mtandao wa simu za mkononi ilikuwa ni utaratibu wa kimangimeza ambo ulihitaji usimikaji wa kituo kingine cha ziada cha kurushia matangazo hata katika wakati wa wa hali mbaya zaidi. |
13 | হাব্রাহাব্র ব্লগিং প্লাটফর্ম ব্যবহারকারি রুবির্যাবিট মূল সংবাদ ওয়েবসাইট ব্লাক আউটের পুরো একটা লগ তৈরি করেছেন। | Mtumiaji wa Habrahabr, rubyrabbit alitengeneza orodha nzima ya tovuti za habari zilizozimika. |
14 | সকোলনিচেস্কায়া (লাল) সাবওয়ে লাইন তদন্তের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। | Reli ya Sokolnicheskaya ilifungwa kabisa kwa ajili ya uchunguzi. |
15 | কোমসোমোলস্কায়া স্টেশনে যানযটের ছবি ব্লগাররা পোস্ট করেন। | Wanblogu walituma video za msongamano katika kituo cha Komsomolskaya. |
16 | একই সময়ে মানুষ মেট্রো ব্যবহারে সাবধানতা অবলম্বন করেন , যদিও অন্যান্য সাবওয়ে লাইন খোলা ছিল। | Wakati huo huo watu walitahadhari kutumia huduma za usafiri wa treni, japokuwa njia nyingine za treni zilikuwa bado zinafanya kazi. |
17 | জনপ্রিয় ব্লগার নিকোলাই দানিলোভ (এলজে ব্যবহারকারী এনএল) ভিড়ের ছবি পোস্ট করেছেন যেখানে মানুষ তাদের কাজের জায়গায় যাচ্ছেন: | Mwanablogu mashuhuri Nikolay Danilov (ambaye pia ni mtumiaji wa LJ anayejulikana kama nl) alituma picha za umati wa [RUS] wasafiri wakitembea kwa miguu kuelekea kazini: |
18 | মস্কোবাসী তাদের কর্মক্ষেত্রে যাচ্ছেন, ছবি নিকোলাই দানিলভের। | Wakazi wa Moscow wakielekea kazini, picha na Nikolay Danilov (nl) |
19 | টিভি চ্যানেলের সংবাদ কেবলমাত্র ধীর গতিরই ছিল না তাদের এই ঘটনা প্রচারের মনোভাবের অভাবকেও দায়ী করা হয়েছে। | Idhaa za televisheni hazikuwa tu na kasi ndogo bali poia zimeshutumiwa kwa kukosa mtazamo unaofaa katika upashaji wao habari kuhusu tukio hili. |
20 | আর একজন জনপ্রিয় ব্লগার, আন্টন নোসিক (এলজে ব্যবহারকারী ডোল্বয়েব) লিখেছেন: | Mwanablogu mwingine mashuhuri, Anton Nossik (ambaye pia ni mtumiaji wa LJ anayejulikana kama dolboeb), aliandika [RUS]: |
21 | দুপুর ১২:০০ টায় চ্যানেল ওয়ান তাদের নিয়মিত সংবাদ অনুষ্ঠান শুরু করেছে। | Saa 6:00 za mchana, Channel One walianza taarifa yao ya kawaida ya habari. |
22 | কোন তাড়া ছাড়া তারা টোকিও (১৯৯৫), বাকু, প্যারিস, ডুসেলডর্ফ, লন্ডন এ সাবওয়ে বোমা হামলার কথা, [ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের] সমবেদনা সম্পর্কে, [ইউক্রেনের সাংসদদের] অ্যাঞ্জেলা মার্কেল, বারনার্ড কুশনারের পাঠানো সমবেদনা সম্পর্কে জানিয়েছে। | Bila haraka, walisimulia kuhusu milipuko ya mabomu kwenye treni huko Tokio (1995), Baku, Paris, Dusselsdorf, London, rambi rambi [za rais wa Ukraine Victor Yanukovich], kuhusu rambirambi zilizotumwa na [watunga sheria wa Ukraine], na Angela Markel, Bernard Kushner. |
23 | তার পরে খুব দ্রুত তারা সংক্ষিপ্ত একটা রিপোর্ট দিয়েছেন মস্কোর সকল মূল ঘটনার, দেড় মিনিট দীর্ঘ: ৩৫ জন নিহত, ৭০ আহত, মেট্রো কোমসোমোলস্কায়া থেকে স্পোরটিভনায়া পর্যন্ত কাজ করছে না, কেন্দ্রে যানজট, সরকার সকল রাশিয়ার বিমানবন্দরে নিরাপত্তা বাড়াতে তাগিদ দিয়েছেন। | Halafu, kwa haraka sana, wakatoa taarifa fupi ya matukio yote muhimu jijini Moscow, kwa dakika moja na nusu: 35 wafariki, 70 wajeruhiwa, hakuna usafiri wa treni kutokea Komsomolskaya mpaka Sportivnaya, kuna msongamano wa magari katikati ya jiji, serikali inataka kuongeza ulinzi katika viwanja vyote vya ndege. |
24 | কয়েক সেকেন্ডের জন্য, তারা [সাংবাদিক] তিমুর সেরাজিভকে দিয়ে রিপোর্ট করিয়েছেন লুবিয়াঙ্কা স্কয়ার থেকে সরাসরি, আর তার পরে তারা স্বাস্থ্যকর খাবার, পেপসি, কোন একটা এন্টিস্ট্যাক (পায়ের রক্তসন্ঞালনের জন্যে ট্যাবলেট), চকলেট ইন্সপায়ারেশন, দ্যা লভড ওইয়ান জুস, সিন্থেটিক তেল মবিল ১, জানালা ধোয়ার জিনিষ, নতুন দই এ্যাপেল মুস্লি, এফোবাজল- দুশ্চিন্তা আর প্রেসারের জন্য চিকিৎসা, জ্যাকব মোনার্ক কফি, নেসলে কর্নফ্লেক্স এর বিজ্ঞাপন দেয়া শুরু করেছে। | Kwa sekunde chache, walikuwa na [mwanahabari] Timur Seraziev akiripoti moja kwa moja kutokea viwanja vya Lubyanka, halafu wakaweka matangazo ya vyakula vya afya, Pepsi, Antistax Chokleti, maji ya matunda ya The Loved One, mafuta ya Mobil1, dawa za kusafisha madirisha, uji wa aina mpya ya mtindi wa matofaa, Afabazol - dawa ya ugonjwa wa wasiwasi pamoja na shinikizo, coffee Jacobs Monarch, wholegrain Nestle cornflakes. |
25 | প্রত্যেকটি বিজ্ঞাপন লুবিয়াঙ্কার রিপোর্টের থেকে বড় ছিল। | Kila tangazo la biashara lilikuwa refu kuliko matangazo ya moja kwa moja kutokea Lubyanka. |
26 | ৭ মিনিটের বিজ্ঞাপন বিরতির পরে, তারা অপরিকল্পিত টক শো ‘ডিস্ট্রিক্ট' শুরু করে দিল। | Baada ya mwisho wa matangazo ya biashara ya dakika 7, wakaanza kipindi cha maongezi ambacho hakikuwa kwenye ratiba, “District.” |
27 | ব্লগার আর সংবাদ পোর্টালগুলো তথ্যের এই ফাঁক ভরার চেষ্টা করছেন। | Wote, wanablogu na tovuti za habari walizaidia kujaza ombwe lililojitokeza. |
28 | সংবাদ পোর্টাল লাইফনিউজ. রু একটি ছবির গ্যালারি পোস্ট করেছে যার মধ্যে উড়ে যাওয়া সাবওয়ের ট্রেন কামরার ছবি ছিল। | Tovuti ya habari ya lifenews.ru ilituma kusanyo la picha [RUS] ambazo zilijumuisha picha za mabehewa ya treni yaliyolipuliwa [RUS]. |
29 | এলজে ব্যবহারকারী সেগ_ও ছবি পোস্ট করেছেন পার্ক কুল্টুরি মেট্রো স্টেশনের কাছের এলাকা থেকে। | Mtumiaji wa LJ seg_o alituma picha [RUS] kutokea katika eneo lililo Karibu na kituo cha treni cha Park Kultury. |
30 | বিবিসি আর গার্ডিয়ান তাদের সরাসরি ব্লগিং পাতা স্থাপন করেছে-লাইভব্লগ আর লাইভ কাভারেজ- সকল গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করছে। | BBC na Guardian waliunda ukurasa wa blogu za moja kwa moja - LiveBlog [EN] na Live Coverage [EN] - ili kufuatilia kila tukio muhimu linalotokea. |
31 | লাইভজার্নাল একটি বিশেষ চ্যানেল খুলেছে এই বিষয়টি জানাতে। | LiveJournal ilifungua mkondo maalum [RUS] ili kutangaza jambo hili. |
32 | নীচে বিষ্ফোরণ থেকে বেঁচে গেছেন এমন কয়েকজনের রিপোর্ট: | Zifuatazo ni baadhi ya ripoti kutoka kwa wale walionusurika katika milipuko hiyo: |
33 | অয়োলিন: | oyolin: |
34 | আমি লুবিয়াঙ্কাতে একটা স্কুলে কাজ করি। | Ninafanya Kazi Lubyanka. Kwenye shule. |
35 | আমি ৮ টায় রওয়ানা দেই। | Ninaanza kazi saa 2 asubuhi. |
36 | ৭:৫০ এ আমি কুজনেটস্কি মোস্টে (সাবওয়ে স্টেশন) এসে পৌঁছাই। | Niliwasili Kuznetsky (stesheni ya treni) saa 1:50 asubuhi. |
37 | আমি লুবিয়াঙ্কাতে পাল্টাতে চেয়েছিলাম, কিন্তু সেখানে সব কিছু ধোঁয়াতে ঢাকা ছিল, মানুষকে ঢুকতে দেয়া হচ্ছিল না। | Nilitaka nibadilishe nielekee Lubyanka, lakini kila kitu kilikuwa katika moshi pale, watu hawakuruhusiwa kuingia. |
38 | আমি কুজনেটস্কি মোস্টে বেরিয়ে আসি। | Nikatoka Kuznetsky. |
39 | লুবিয়াঙ্কা স্কোয়ারে তারা সব কিছু আটকিয়ে দিয়েছিল, সাহায্যকারী দল আসছিল। | Katika viwanja vya Lubyanka walizuia kila kitu, timu za waokoaji ziliwasili. |
40 | এখানে জটিল একটা পরিস্থিতি। | Tunahali ngumu hapa kazini. |
41 | বাবা মা ফোন করছেন, খুব চিন্তিত হয়ে, মারা কাঁদছেন। | Wazazi wanapiga simu, wakiwa na mashaka sana, akina mama wanalia. |
42 | ভয়ঙ্কর। | Hii ni hali mbaya. |
43 | কোটিকেক্সিক: | kotikeksik: |
44 | এখন দুপুর দুটো চল্লিশ বাজে। | Ni saa 8:40 mchana. |
45 | আমি নিজেকে সংযত করছি। | Nimeweza kujikusanya. |
46 | চেয়ার থেকে উঠলে আমি আর কাঁপছি না, আমি আর কাঁদছি না। | Sitetemeki tena ninaposimama kutoka kwenye kiti, silii tena. |
47 | আমি নিজেকে দিয়ে কাজ করাতে চাচ্ছি। | Ninajaribu kufanya kazi. |
48 | ডাভেতে: | davete: |
49 | - কি হয়েছে? | Nilikuwa ninaelekea Park Kultury (stesheni ya treni). |
50 | - দূর্ঘটনা কোন, প্রযুক্তিগত কারনে। | Nilikuwa nikitaka kutoka nje ya stesheni. |
51 | আর ঠিক ওই সময়ে বিষ্ফোরণ হল। | Maofisa wa polisi wanatembea pembeni yangu. |
52 | যে ট্রেনটি উলটো দিকে যাচ্ছিল, ক্রোপটকিন্সকায়া স্টেশনের দিকে। | Mwanamke mmoja anawauliza: - pametokea nini - Aam, ajali, masuala ya kiufundi Wakati huo huo mlipuko ukanguruma. |
53 | মাঝামাঝি কোথায় বিষ্ফোরণ হয়েছে। | Ndani ya treni inayoelekea upande mwingine, kuelekea stesheni ya Kropotkinskaya. |
54 | খুব বেশি লোক ছিল না, পদদলিত হওয়ার ঘটনা হয়নি। | Ulilipuka sehemu fulani katikati. |
55 | কিন্তু বিষ্ফোরণ খুব শক্তিশালি ছিল। | Hapakuwa na watu wengi sana, hakuna kukanyagana. |
56 | কোন সন্দেহ নেই এই বোমা সেনাবাহিনী- মানের সমকক্ষ ছিল। | Lakini mlipuko huo ulikuwa mkubwa. Bila ya shaka, bomu hili lilikuwa ni la kijeshi. |