# | ben | swa |
---|
1 | ফিফা ২০১০ বিশ্বকাপ শুরু হয়েছিল পাঁচ বছর আগে, দক্ষিণ আফ্রিকার নাগরিকরা ভাল সময়কে স্মরণ করছে | Afrika Kusini Yakumbuka Mashindano ya Kombe la Dunia 2010 Yalivyokuwa |
2 | ফুটবল ভক্তরা ভুভুজেলা হাতে বিশ্বকাপের উদ্বোধন খেলাটি দেখছে। | Mashabiki wa soka waliobeba mavuvuzela wakitazama mchezo wa ufunguzi wa Kombe la dunia. |
3 | ছবি মার্সেলো কাসাল জুনিয়ারের, ক্রিয়েটিভ কমন্স-এর অধীনে এজেন্সিয় ব্রাজিল এটি প্রকাশ করেছে। | Picha ya Marcello Casal Jr. Imechapishwa na Agência Brasil kwa leseni ya Creative Commons. |
4 | পাঁচ বছর আগে জুন ১১ মাসের তারিখে দক্ষিণ আফ্রিকায় ১৯তম ফুটবল বিশ্বকাপ শুরু হয়। | Miaka mitano iliyopita mnamo Juni 11, mashindano ya 19 ya Kombe la Dunia la FIFA yalianza Afrika Kusini. |
5 | সেটা ছিল বিশ্বে প্রথমবারের মত আফ্রিকায় অনুষ্ঠিত কোন ফুটবল বিশ্বকাপ। | Ilikuwa ni mara ya kwanza kwa mashindano hayo kufanyika kwenye ardhi ya Afrika. |
6 | ২০১০ সালের স্মৃতি (#২০১০মেমোরিজ) নামক হ্যাশট্যাগ ব্যাবহার করে, দক্ষিণ আফ্রিকার নাগরিকরা টুইটারে যে দিন থেকে বিশ্বকাপে ভুভুজেলা তার অবস্থান তৈরী করে নিল, সেই দিনটিকে স্মরণ করছে। | Kwa kutumia alama habari ya #2010Memories [#KumbukumbuZa2010], Waafrika Kusini kwenye mtandao wa twita walikumbuka siku ambayo mavuvuzela yalitawala ulimwengu wa kandanda. |
7 | ভাহা মাসুন্দা, সেই মূহূর্তের এক ছবি প্রদর্শন করেছে যা দক্ষিণ আফ্রিকার নাগরিকদের কাদিয়েছিল। | Vha Musanda aliweka picha mtandaoni iliyoonesha dakika muhimu iliyoitoa mchozi ya furaha Afrika Kusini. |
8 | এটি ছিল মেক্সিকোর বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার স্ট্রাইকার তাশাবালালার করা টুর্নামেন্টের প্রথম গোল, যা ১-১ গোলে পরিসমাপ্ত হয়: | Lilikuwa ni goli la kwanza kwenye mashindano hayo lililofungwa na mshambuliaji wa Afrika Kusini Tshabalala kwenye mchezo dhidi ya Mexico, uliomalizika kwa bao 1-1: |
9 | সেই মুহূর্ত যা দক্ষিণ আফ্রিকার নাগরিকদের চোখে পানি এনে দিয়েছিল। | Dakika iliyowatoa machozi mashabiki wa Afrika Kusini. |
10 | আমরা এক হয়ে গিয়েছিলাম। | Tuliunganishwa. |
11 | প্রবাসীদের পাঠানো অর্থের জন্য আমাদের আমাদের সরকারকে ধন্যবাদ। | Shukrani kwa serikali kwa mchango wa raia waishio ughaibuni |
12 | নীচের এই ইউটিউব ভিডিওতে আপনারা দেখতে পাবেন শাকিরা গাইছে ওয়াকা ওয়াকা গানটি, ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সে এই গানটি গেয়েছিল: | Video ya YouTube hapa chini inamwonesha Shakira akiimba Waka Waka, wimbo rasmi wa Mashindano ya Kombe la Dunia 2010 wakati wa sherehe za ufunguzi: |
13 | যখন এই সবাই প্রতিযোগিতা নিয়ে উন্মত্ত ছিল তখন খুলেকানি মাথে স্মরণ করছে তার উন্মাদনার কথা, যা ছিল অন্য এক বিষয়ে: | Wakati kila mmoja alikuwa na ‘kichaa' cha mashindano, Khulekani Mathe anakumbuka alivyochanganyikiwa kwa jambo jingine kabisa: |
14 | ২০১০ সালে আমি ভারতে অবস্থান করছিলাম, সে সময় সবাই যখন উদ্বোধনী খেলা নিয়ে পাগল হয়ে গিয়েছিল, তখন আমার পাগল হওয়ার দশা হয়েছিল খেলা দেখতে না পেরে। | Siku kama ya leo 2010 nilikuwa India. Wakati kila mmoja akifuatilia mechi ya ufunguzi, nilikuwa nimechanganyikiwa nisijue wapi nikatazame mchezo huo |
15 | টুইটার ব্যবহারকারী কিং বেলী সেই সময় জোহান্সবার্গের রাস্তায় কখনোই এতটা নিরাপদ অনুভব করেননি, যা বিশ্বের অন্যতম এক সহিংস শহর বিবেচিত: | Mtumiaji wa twita King Billy anasema hakuwahi kujisikia salama kwenye mitaa ya Johannesburg, inayosemekana kuwa moja wapo ya mitaa hatari zaidi duniani: |
16 | বিশ্বকাপের স্মৃতির কথা ভাবলে আমি ভাবি, আমার সমগ্র জীবনে আমি কোনদিন জোহান্সবার্গের রাস্তায় হাঁটার সময় নিজেকে এতটা নিরাপদ অনুভব করিনি। | Sikuwahi kujisikia salama kwenye mitaa ya Johannesburg mwezi huo kuliko kipindi chochote MAISHANI MWANGU |
17 | বেঁচে থাকা অসাধারণ। ভুমা আগস্টিন বলেন তিনি তার সারা জীবন ধরে সে সময়ের মত একতাবদ্ধ হতে দেখেননি: | Vuma Augustus alisema hakuwahi kuona watu walioungana pamoja kama hao kwenye maisha yake: |
18 | আমি আমার জীবনে নাগরিকদের আরো কোনদিন এতটা একতাবদ্ধ হতে দেখিনি । | Sikuwa kuwaona watu walioungana kiasi kwenye maisha yangu, nimekumbuka nyakati hizi sana |
19 | ২০১০ সালের উত্তেজনার অভাব অনুভব করছি। দক্ষিণ আফ্রিকার কয়েক জন নাগরিক দেশটির বিরুদ্ধে বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য ২০ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠায় ক্ষিপ্ত। | Baadhi ya Waafrika Kusini wanaoonekana kushangazwa na madai kwamba nchi hiyo ilitoa rushwa ya dola za Marekani milioni 10 ili kupewa nafasi ya kuandaa mashindano hayo. |
20 | টুইটার ব্যবহারকারী ইয়াং এন্ড রেকলেস বলছে এই কেলেঙ্কারির অভিযোগ নিয়ে সে মোটেও চিন্তিত নয়: | Mtumiaji wa Twita ‘Yang and Reckless' alisema kashfa hiyo haimsumbui: |
21 | ২০১০ সালে স্মৃতিতে রয়েছে এক সুন্দর রাষ্ট্রের একত্রিত হওয়ার ঘটনা, ২০১০ সালে ঘুষ দেওয়া বা না দেওয়ার এখন মাতামাতি করার কিছু নেই। | Nilikuwepo kushuhudia nchi nzuri iliyoungana. Rushwa iwepo au isiwepo Kumbukumbu ya Kombe la Dunia la 2010 itaendelea kuwepo |
22 | অনলাইনে অন্যেরা আরো অভিন্ন সুরে বলছে : | Watu wengine mtandaoni hawakuwa tofauti sana: |
23 | ফিফার ঘুষ কেলেঙ্কারি গোল্লায় যাক। ঘুষ দেওয়া বা না দেওয়া নিয়ে কি আসে যায়। | Nani anajali kama rushwa ilitolewa au haikutolewa…tulipata viwanja vizuri…watalii bado wanakuja…sasa nini |
24 | আমরা কিছু অসাধরণ স্টেডিয়াম পেয়েছিলাম। এখনো পর্যটকেরা আসছে। | Nchi nyingine, anasema Nkateko Baloi, zina wivu wa maendeleo ya Afrika Kusini mwaka 2010: |
25 | তাহলে আর কি। নাকাতেকো বালোই বলছে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার সফলতায় অন্য দেশগুলো ঈর্ষান্বিত : | Kwa nini tubaki kukumbuka mambo ya zamani wakati nchi nyingine zina wivu wa namna mashindano yalivyokuwa mazuri |
26 | লেখিকার জবাবে একটি টুইটে লেখা হয়েছে, কেন আমরা অতীত ঘাটাঘাটি করবে যখন অন্য রাষ্ট্র অসধারণ বিশ্বকাপ আয়োজনের জন্য আমাদের প্রতি ঈর্ষানবিত | Kwa mujibu wa Kabwe Songolo, vitendo vya serikali ya Afrika Kusini na FIFA havipaswi kutupotezea mwelekeo wa kufurahia kandanda lenyewe: |
27 | কাবাওয়ে সোনোগোলোর মতে দক্ষিণ আফ্রিকার সরকার এবং ফিফার উচিত নয় ক্রীড়ার মজা থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলা : | Vitendo vya serikali ya Afrika Kusini na maafisa wa FIFA visitufanye kushindwe kufurahia tukio la Kombe la Dunia. Achacheni nao! |
28 | দক্ষিণ আফ্রিকা এবং ফিফার কর্মকর্তাদের কর্মকাণ্ড যেন বিশ্বকাপের আয়োজনের সাথে গুলিয়ে ফেলা না হয়। দয়া করে তাদের সাথে এই ঘটনাকে যুক্ত করবেন না। | Baadhi ya watumiaji wa mtandao walielekeza maoni yao kwa wapepelezi wa Serikali ya Marekani, ambao ndio waliohusika kuwakamata wakubwa wa FIFA nchini Uswisi. |
29 | কোন কোন ইন্টারনেট ব্যবহার কারী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার উদ্দেশ্য টুইট করেছে, যাদের তদন্তের ভিত্তিতে সাম্প্রতিক সময়ে সুইজারল্যান্ডের ফিফার উচ্চ পদস্থ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে। | Lakini kimoja ambacho [wapelelezi wa] FBI hawawezi kukichukua kutoka Afrika Kusini, ni fahari na kumbukumbu ya 2010! Hata hivyo, kumbukumbu za Charlie Langa hazikuwa chanya kama ilivyo kwa wa-Afrika Kusini wengine kwenye mtandao wa Twita: |
30 | কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছ থেকে এফবিআই একটি জিনিস ছিনিয়ে নিতে পারবে না তা হচ্ছে তার ২০১০-এর গর্বিত স্মৃতি। | Kumbukumbu ya Ufisadi. Rushwa, mipango ya wizi, Uhamishaji wa Fedha haramu, Ukwepaji wa kodi. |
31 | তবে টুইটারে অনেক মানুষের যেমন বিশ্বকাপ নিয়ে ভাল স্মৃতি রয়েছে, চার্লি ল্যাঙ্গারের স্মৃতি ততটা ইতিবাচক না: | Orodha ni ndefu Wakati Tom Moultrie akishangaa kiasi gani cha uungwana walichokipoteza Waafrika Kusini tangu kumalizika kwa Kombe la Dunia: |
32 | উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত, দূর্নীতি, ফন্দিবাজি, মুদ্রা পাচার, কর ফাঁকি দেওয়া। তালিকাটা অনেক দীর্ঘ=৭৮৩ | Kumbukumbu za 2010 zimetamalaki kwenye mitandao yangu yote ya kijamii leo. |
33 | এদিকে টম মোলট্রায়ে বিস্মিত বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা তার নিষ্পাপ চরিত্র হারিয়েছে। | Tumepoteza uungwana kiasi gani katika siku 1826 zilizopita? |