# | ben | swa |
---|
1 | নাইজার: নিরব দুর্ভিক্ষ | Niger: Njaa ya Kimya Kimya |
2 | গুরুত্ব প্রদান না করে প্রকাশিত সাহেল নামক এলাকার খাদ সঙ্কট খানিকটা উদ্বিগ্ন অবস্থার সৃষ্টি করছে, কারণ নাইজারের ২. ৫ মিলিয়ন (২৫ লক্ষ) লোক বর্তমানে এক খাদ্যসঙ্কটে আক্রান্ত হয়েছে। | Janga la njaa ambalo kwa kiasi kikubwa haliripotiwi ipasavyo huko Sahel limechukua sura kubwa ya kutisha kufuatia kiasi cha watu milioni 2.5 nchini Naija hivi sasa kuathirika na uhaba wa chakula. |
3 | জাতি সংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা ডাব্লিউএফপি) তার জরুরি কর্মসূচি পরিমাপ করার সিদ্ধান্ত নিয়েছে যাতে ঝুঁকিতে থাকা এই জনগোষ্ঠীকে রক্ষা করা যায়। নাইজারের ব্লগাররা ২০০৫ সালের পর এ বছর আরেকটি খাদ্য সঙ্কট তৈরি হওয়ার বিষয়ের উপর মনোযোগ প্রতিফলিত করেছে করেছে। | Mpango wa Kimataifa wa Chakula wa Umoja wa Mataifa (WFP) umeamua kuongeza hatua za dharura Wanablogu nchini Naija wanatafakari janga jingine la chakula baada ya lile la mwaka 2005, baa la njaa la mwaka huu ambalo ni matokeo ya upungufu wa mvua mwaka jana. |
4 | গত বছর কম বৃষ্টিপাত হবার কারণে এই খাদ্য সঙ্কট দেখা দিচ্ছে। | |
5 | পুরুষেরা সাহেল মরুভূমির মুখোমুখি দাঁড়িয়ে, ছবি নোয়াল-এর, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর অধীনে ফ্লিকার থেকে তা ব্যবহার করা হয় | Waume wakielekeza nyuso zao katika Jangwa la Sahel imepigwa na Nawal _kwa leseni ya Creative commons kwenye Flickr |
6 | ডি. | D. |
7 | এভারিসটে ওয়েড্রারগো লিখেছে নিচের অংশ যেখানে দেখা যাচ্ছে রাজনীতিবীদরা সব সময় নাইজারে খাদ্য সঙ্কট নিয়ে এক ঘূর্ণিজাল সৃষ্টির চেষ্টা করে যার ফলে তাদের উপর পছন্দনীয় ভাবে আলোকপাত করা হয় [ফরাসী ভাষায়]: | Evariste Ouédraogo aliandika yafuatayo kuhusu namna wanasiasa wanavyojaribu mara zote kupindisha mabaa ya chakula nchini Naija kwa namna ambayo huwaweka wao katika mwanga mzuri zaidi [Kifaransa]: |
8 | ২০০৫ সালে দেশটির সরকার মতামতকে এমনভাবে প্রভাবিত করার চেষ্টা করে যে দুর্ভিক্ষের হুমকি কেবল লজ্জাজনক এক গুজব মাত্র [.. ]। | Mwaka 2005, mamlaka yalijaribu kupenyeza mawazo ya ushawishi kwamba tishio la njaa lilikuwa ni uvumi tu ulioenezwa bila ya aibu [..] |
9 | কয়েকদিন পরে, প্রধানমন্ত্রী আর বিভ্রান্তিকর ভাবে নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন করল, কারণ.. দুর্ভিক্ষ। | Siku chache baadae, waziri mkuu, katika hali ya kujipinga hoja mwenyewe, bado aliomba msaada wa jumuiya ya kimataifa kwa sababu ya …njaa. |
10 | ২০১০ সালে আবার সত্যি প্রকাশ হয়ে পড়েছে: নাইজারে শাসকগোষ্ঠীর পরিবর্তনের দশদিন পর আমরা প্রধান সামরিক আইন প্রশাসকের টেলিভিশনে প্রদত্ত ভাষণে জানতে পারলাম যে, দুর্ভিক্ষ সারা দেশের লক্ষ লক্ষ নাইজারবাসীর জীবন হুমকির মুখে ফেলে দিয়েছে। | Mwaka 2010, ukweli unajitokeza tena: siku 10 baada ya mabadiliko ya utawala nchini Naija, tunasikia kutoka kwa mkuu wa utawala wa kijeshi kwenye luninga kwamba njaa inatishia mamilioni wa wananchi wa Naija kutoka mikoa yote ya nchi hiyo. |
11 | হিসেব করে দেখা গেছে এ বছর ৪০০,০০০ টন খাদ্য ঘটতি দেখা দিয়েছে। | Uhaba wa chakula ulikadiriwa kuwa tani 400 000. |
12 | মামাদু তানডাজা যে হিসেব দিয়েছিলেন, এটা তার ঠিক একেবারে বিপরীত, যিনি খাদ্য সঙ্কটের ভাবনার কথা শুনলে জ্বলে উঠতেন। গ্রিয়. | Kinyume kabisa cha kauli iliyotolewa na Mamadou Tandja ambaye alikuwa anakerwa na habari za hali mbaya ya chakula. |
13 | কম বেশ জোরেশোরে কঠিন কিন্তু আকর্ষক একটা প্রশ্ন করেছে যে ঘটনায় অনেক নাইজেরিয়ান (নাইজারবাসীদের নাইজেরিয়ান বলে অভিহিত করা হয়) বিস্মিত:”ইউরেনিয়াম বিক্রির যে টাকা সেগুলো কোথায় গেল”? | Grioo.com inauliza kwa sauti kubwa swali gumu lakini lililo bayana kwamba Wanaija wengi wanashangazwa kuhusu: ““fedha zilizopatikana kutoka kwenye biashara ya madini ya Uranium zilikwenda wapi?” |
14 | ফারাসী ভাষায়: | ” [Kifaransa]: |
15 | আসুন আমরা স্মরণ করি নাইজার নামক রাষ্ট্রের প্রাক্তন প্রধান এবং আরেভার মধ্যে ইউরেনিয়াম বিক্রির চুক্তির নবায়নের মাধ্যমে সুবিধা নেওয়া নিয়ে যে উত্তেজনার সৃষ্টি, তা স্মরণ করি […]। নিচে নামার এই ঘটনায় আমরা কখনো যথেষ্ট অভিযোগ করব না, যা এই সমস্ত উত্তম পেশার মানুষদের দুষ্কর্ম করার সুযোগ করে দেয় জনতার টাকা মেরে দেবার, যে টাকা নাগরিকদের কাজে লাগত, যারা খাদ্যাভাব, পানি এবং মৌলিক স্বাস্থ্যসেবার অভাবে ভুগছে। | Na tukumbuke shinikizo kati ya wakuu wa nchi wa zamani nchini Naija na viongozi wa eneo la Areva kuhusu kupitiwa upya kwa mikataba ya kuchimba Uranium […] Hatutaweza kupingana vya kutosha na mbio hizi zinazosaidia magenge ya watu wenye kazi za ofisini kufakamia hazina za umma ambazo zinapaswa kuchangia katika kuwasaidia raia ambao wanakosa chakula, maji na huduma za afya ya msingi. |
16 | খনি সম্পদ থেকে পাওয়া অর্থ কোনদিন সংখ্যাগরিষ্ঠ নিশ্চুপ জনতার মঙ্গলের জন্য ব্যবহার হয় না। | Kiasi cha fedha kutoka kwenye rasilimali za madini kamwe hakiwasaidii walio wengi ambao hawana sauti. |
17 | এটা আফ্রিকার এক ধাঁধা, যা আর কাউকে বিস্মিত করে না। | Vioja vya Kiafrika ambavyo havitushtui tena. |
18 | তবে, এই শতাব্দীর শুরুতে এ ধরনের কেলেঙ্কারিতে অবশ্য থামান উচিত। | Hata hivyo, kashfa hii inapaswa kuisha sasa katika mwanzo wa Milenia mpya. |
19 | প্রায়শই যেন ধনী খনি মালিকেরা আফ্রিকার জনতার জন্য দুর্ভোগ বয়ে আনে। | Inaonekana kana kwamba utajiri wa madini unaleta dhiki tu kwa idadi kubwa ya Waafrika. |
20 | যতক্ষণ না সম্পদ সমূহকে শস্যক্ষেত-এর উন্নয়নে কাজে লাগানো হবে, ততক্ষণ এই ঘটনাই ঘটতে থাকবে। | Itakuwa hivyo mpaka vyanzo vyote vitakapokoma kutumika kuwa mashamba ya kulimia. |
21 | ক্যাথরিন রিচার্ডস এ্যাট কেয়ার কিছু চিন্তা এবং ঘটনার কথা জানাচ্ছেন যা এই “মঙ্গার সময়” ঘটে থাকে, তখন গ্রামের মানুষের আবিষ্কার করে পশুদের জন্য চারণ ভূমি খুঁজে পাওয়া ভীষণ জরুরি: | Kathryn Richards at Care anatushirikisha mawazo machache na ushuhuda wa “majira ya njaa” kadri idadi kubwa ya watu wa vijijini wanavyojikuta wakiwa kwenye uhitaji mkubwa wa mifugo ya kuchunga:: |
22 | নাইজার এমন এক দেশ যা বৈপরিত্যে ভরা। | Naija ni nchi ya vinyume. |
23 | দেশটি, সদ্য আবিষ্কৃত ইউরেনিয়াম এবং তেল সমৃদ্ধ, কিন্তু তার জনতা ভীষণ গরিব। | Tajiri katika madini na mafuta yaliyogunduliwa siku za hivi karibuni lakini watu wake ni masikini wa kutisha. [..] |
24 | […] বাজারে সব সময় প্রস্তুতকৃত খাবার পাওয়া যায়-কিন্তু তার দাম বেশি, যার ফলে খুব কম লোকই তা কিনতে পারে। | Chakula kinapatikana katika soko -lakini kwa bei iliyopaa sana ambayo ni watu wachache tu wanaweza kuimudu. |
25 | এখন পরিবারগুলো কম দামে তাদের গৃহস্থালি সামগ্রী বিক্রি করে খাবার কিনছে। | Familia zinauza mifugo yao kwa bei ya chini ili kununua chakula. |
26 | এ রকমই একজন মানুষ মোহাম্মদ গুসনাম:” এটা কঠিন একটা ব্যাপার। | Mohammed Gusnam alikuwa mmoja wa watu hawa: “ Ni vigumu . |
27 | পশুপালনের কারণে আমরা অনেকটাই রাজকুমারের মত, এর জন্য আমরা গর্বিত। | Kama wafugaji tulikuwa kama wana wa mfalme, wenye kiburi. |
28 | বর্তমানে চারণ ভূমিগুলো হারিয়ে যাচ্ছে এবং আমরা গ্রামেই আটকে থাকছি। | Sasa ardhi ya kuchungia inapotea na tumekwama huko kijijini. |
29 | গ্রামটা এখন আমার কাছে একটা বন্দিশালার মত'। | Kijiji ni kama gereza kwangu.” |
30 | তবে বর্তমান খাদ্যসঙ্কটে সাড়া দেওয়ার ব্যাপারটি ২০০৫ সালের চেয়ে অনেক গতিশীল। | Mwitiko wa sasa wa janga la chakula, hata hivyo, unaonekana kuwa na kasi kubwa zaidi kuliko ilivyokuwa mwaka 2005. |
31 | ইউরোপীয় মানবিক ত্রাণ প্রদান সংস্থা (ইউরোপিয়ান কমিশন হিউম্যানিটারিয়ান এইড বা ইকো)-এর স্থানীয় প্রধান নিচের মূল্যায়নটি করেছেন [ফরাসী ভাষায়]: | Cyprien Fabre, kiongozi wa kitengo cha eneo maalumu wa Tume ya Ulaya ya Misaada ya Kibinadamu (ECHO) anatoa tathmini ifuatayo [fr]: |
32 | অনেক সতর্কতা এবং অন্তবর্তীকালীন ব্যবস্থা দেশের সবচেয়ে আক্রান্ত এলাকায় প্রয়োগ করা হয়েছে এবং সেই হিসেবে অর্থ বরাদ্দ করা হয়েছে। | Viamshi na miundo ya kutoa misaada inafanya kazi katika nchi nyingi zilizoathirika na mafungu ya fedha yalitengwa kwa utendaji kazi kama ipasavyo. |
33 | নাইজার, বুর্কিনা-ফাসো এবং মালিতে ভালোভাবে ত্রাণ কাজের অভিযান চলছে। | Operesheni zinaendelea katika nchi za Naija, Burkina-Faso na Mali. |
34 | কার্যকরী অন্তবর্তীকালীন কাজের জন্য চাদে আরো কর্মী নিয়োগ করা প্রয়োজন। | Chadi inahitaji mawakala zaidi kwa ajili ya ufanisi wa zoezi la utoaji misaada. |
35 | তারপরেও অনেক প্রতিষ্ঠান বিশ্বাস করে যে প্রয়োজনীয় সাহায্য আসতে অনেক দেরি হচ্ছে। | Bado mashirika mengi yanaamini kwamba vitendea kazi bado vinawasili kwa uchelevu sana. |
36 | দেরি করে আসার দু'টি কারণ তারা চিহ্নিত করেছে: ১) এটা নিশ্চিত করা যে দাতারা অর্থ সাহায্য নিয়ে আসছে এবং ২) সবচেয়ে দুর্গম এলাকায় বাস করা জনগোষ্ঠীর কাছে ত্রাণ পৌঁছানো। | Mashirika hayo yanabainisha sababu mbili za uchelevu huo: 1) kuhakikisha kwamba wafadhili wanakuja na fedha za ufadhili na 2) changamoto za kuifikia idadi kubwa zaidi ya watu katika maeneo yasiyofikika kirahisi. |
37 | অনেকে মনে করেন অর্থ সাহায্য প্রদান আরো দ্রুত এবং কার্যকরভাবে করা উচিত: [ফারসী ভাষায়]: সম্প্রদায়ের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, বেশিরভাগ লোক বলছে যে তাদের কাছে বীজের নেই, কিন্তু বেশি টাকা রয়েছে। | Wengi wanafikiri kwamba kutoa fedha taslimu inaweza kuwa ni njia ya haraka na ya ufanisi zaidi katika kipindi kifupi kuliko kutuma (misaada hiyo kwa namna ya) chakula [Kifaransa]: |
38 | যে সমস্ত সম্প্রদায় বাজার থেকে অনেক দুরে বাস করে, তারা সাধারণত শস্যবীজ পেতে চায়। | Wakati wa mazungumzo na wanajamii hizo, watu wengi walisema kwamba wangependelea kupata fedha taslimu badala ya mbegu za nafaka. |
39 | যারা বাজারের কাছে বাস করে এবং খুব বেশি কিছু হারায়নি, অথবা যাদের চাষের জমি খুব সামান্য তারা অর্থ সাহায্য পেতে আগ্রহী। | Jamii zilizokuwa zimepoteza mazao mengi au wale wanaoishi mbali na masoko wanachagua mbegu za nafaka; wale wenye uwezekano wa kufika kwenye magulio hawajapoteza sana ama wanayo ardhi isiyotosha, hupendelea kupata fedha taslimu. |