# | ben | swa |
---|
1 | সৌদী আরব: সক্রিয়তাবাদী রীমা আল জোরেস ঈদের দিনে গ্রেফতার | Saudi Arabia: Mwanaharakati Reema Al Joresh Atiwa Kizuizini katika Sikukuu ya Idi |
2 | আজ সকালে (১৯ আগস্ট ২০১২) সৌদী মহিলা সক্রিয়তাবাদী ও টুইটার ব্যবহারকারী রীমা আল জোরেসকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তিনি ঈদ-উল- ফিতর উদযাপনের জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। | Mwanaharakati wa Ufalme wa Saudia ambaye pia ni mtumiaji Twita, Reema Al Joresh, alitiwa mbaroni kwa muda mfupi mapema leo [19 Agosti 2012] wakati alipokuwa anaelekea kwenye msikiti kusherehekea Sikukuu ya Idi el Fitr - ambayo ni maalumu kwa Waislamu mara baada ya Mfungo wa Mwezi Mtukufu wa Ramadhani. |
3 | রমজানের পর ঈদ-উল- ফিতর মুসলিমদের বন্ধের দিন। আল জোরেহ ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিবর্তনমূলক অন্তরীণের একজন সোচ্চার সমালোচক। | Al Joresh ni mkosoaji mkubwa dhidi ya wizara ya Mambo ya Ndani ya Saudi kwa kuwekwa watu kiholela kizuizini. |
4 | তাছাড়া তিনি আট বছর যাবত বিচারবিহীন অবস্থায় কারান্তরিন একজন বন্দীর স্ত্রী। | Aidha, yeye ni mke wa mfungwa ambaye amekuwa kizuizini kwa miaka nane bila ya kufunguliwa mashtaka. |
5 | সৌদী আরবে নিবর্তনমূলক অন্তরীণের বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে তিনি ৫০০টি উপহারের সাথে পত্র বিতরণের পরিকল্পনা করেন। | Alikusudia kutoa zawadi zipatazo 500 pamoja na barua ya kukuza uelewa wa watu kuhusu suala la kukamatwa kwa watu kiholela nchini Saudi Arabia. |
6 | আল জোরেহ ভোর ৫:১১ মিনিটে (সৌদী সময়) টুইট করেন [আরবি]: | Saa 5:11 alfajiri (saa za Saudia), Al Joresh alituma twiti: |
7 | শুভেচ্ছা, পুলিশ আমাকে ও আমার সন্তানদের গ্রেফতার করেছে। | Hamjambo? Polisi wamenitia mbaroni mimi na watoto wangu. |
8 | রীমা আল জোরেহ কর্তৃক পোস্টকৃত ছবি। তিনি টুইট করেন: আমাদের গ্রেফতার করা হয়েছে [ আরবি] | Picha imewekwa na Reema Al Joresh wakati akituma twiti: Sisi tumekamatwa [ar] |
9 | আব্দুলআজিজ আল- শিহরি টুইট করেনঃ | Abdulaziz al-Shihri alitwiti: |
10 | “গুপ্ত পুলিষের প্রাক-ইসলামের উদারতা কিংবা ইসলাম-পরবরতী মূল্যবোধ কোনোটশেরনেই। | “Askari kanzu hawana si tu ukarimu uliokuwepo kabla ya Uislamu, bali hata maadili ya baada ya kuwepo Uislamu. |
11 | হায় আল্লাহ, আমাদেরকে রেহাই দিন- মিশরীয়দের মত- তাঁদের মত নয়।” | Ee Mungu, hebu tupumzishe - kama Wamisri -kwa kuwaondolea mbali hawa “ |
12 | মোহাম্মাদ আল-অগাইমি বলেনঃ | Mohammad al-Ogaimi aliongezea: |
13 | তাঁর অনুসারীর সংখ্যা ৮০০ জন, এখন তাঁর অনুসারী ২১০০, তোমাদের দমনের কারনে তাঁদের কণ্ঠস্বর আরও বহুদূর যাবে। | Alikuwa na wafuasi 800 wa Twita, sasa anao 2100. Pamoja na ukandamizaji wenyu, sauti zao zitakwenda mbali zaidi. |
14 | টুইটারে আল জোরেহ এর মন্তব্য অনুসারীর সংখ্যা, তাঁর পোস্ট লেখার সময় যা ছিল তা এখন বৃদ্ধি পেয়ে ৩,৫০০ জন হয়েছে এবং ক্রমাগত তাঁর অনুসারী বৃদ্ধি পাচ্ছে। | Picha ya ukurasa wa Twita wa Al Joresh ukionyesha idadi ya wafuasi alio nao kwenye Twita Maoni hayo yanahusu idadi ya wafuasi alikuwa nao Al Joresh kwenye Twita. |
15 | টুইটারে আল জোরেহ-এর অনুসারী সংক্রান্ত স্ক্রিন শট | Wakati wa kuandika posti hii, walikuwa wameongeza na kufikia karibu 3500 huku wakiendelea kuongezeka. |
16 | রীমা মুক্তি পাওয়ার পর তাঁর সাথে কী ঘটেছিল সে বিষয়ে তিনি একাধিক টুইট করেনঃ | Wakati Reema alipoachiliwa, aliandika mfululizo wa twiti kueleza yaliyotokea: |
17 | ভোর ৪:৩০ মিনিটে আমি আমার উপহারসহ ঈদ মসজিদের দিকে যাচ্ছিলাম। | Saa 10:30 alfajiri, mimi nilielekea kwenye msikiti wa Eid na zawadi zangu. |
18 | আমার বাড়ি থেকে ১০০ মিটার দূরে তাঁরা আমাদের গাড়ি থামাতে চেষ্টা করে এবং আমাদের দিকে মেশিন গান তাক করে। | Mita 100 kutoka kwenye nyumba yangu, gari lilijaribu kutuzuia na wakatuelekezea bunduki. |
19 | আমার মেয়ে সারা তাঁদের বলেঃ “তোমরা আমার বাবাকে চুরি করেছ আর এখন আমাদের চুরি করতে এসেছ?” । | Binti yangu Sara akawaambia: “Mmemuiba baba yangu na sasa mmekuja kutuiba sisi?”. |
20 | তাঁরা আমার ক্রন্দনরত মেয়ে মারিয়াকে [অন্য মেয়ে] থামাতে চেষ্টা করে। | Walijaribu kumnyamazisha binti yangu [mwingine] Marya, ambaye alikuwa analia. |
21 | তাঁরা আমার ছেলে মোয়াত কে ধরে এবং গাড়িচালককে গাড়ি থেকে বের করে, এরপর একজন পুলিশ আমার ফোন কেড়ে নেবার চেষ্টা করে, এ সময় মোয়াত তাঁদেরকে আমার গায়ে হাত না বলে […] তাঁরা উপহারগুলো নিয়ে যায় […] একজন পুলিশ সামনের আসনে চালকের পাশে বসে এবং চালককে বুরাইদার জেনারেল ইন্টেলিজেন্স অফিসে যেতে বলে। | Walimtoa mwanangu Mo'ath na dereva nje ya gari kisha polisi alijaribu kuchukua simu yangu, lakini Mo'ath alimwambia asiniguse hata chembe […] walichukua zawadi na […] polisi alikuja katika kiti cha mbele na alimwamuru dereva kuelekea katika ofisi ya Mkuu wa Upelelezi huko Buraidah. |
22 | এক ঘণ্টা ধরে তাঁরা জেরা করে এবং ঐ বাক্সগুলোতে […] তাঁরা বিস্ফোরক খোঁজার চেষ্টা করে। তাঁরা আমাকে আমার স্বীকারোক্তি লিখে দিতে বলে। | Kwa saa moja, walinihoji na kujaribu kutafuta mabomu ndani ya yale masanduku […] Walinitaka niandike kukiri kwangu makosa. |