# | ben | swa |
---|
1 | চীন: তিয়েনয়ানমেন সভার পর মানবাধিকার আইনজীবীকে গ্রেফতার | China Yamweka Kizuizini Mwanasheria wa Haki za Binadamu Pu Zhiqiang |
2 | রাষ্ট্রীয় গোলযোগ সৃষ্টির অভিযোগে খ্যাতিমান মানবাধিকার আইনজীবী পু জিকিয়াংকে গ্রেফতার করেছে চীন। | |
3 | গ্রেফতারের ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন গণতন্ত্রপন্থীরা তিয়েনয়ানমেন স্কোয়ারের ২৫ বছর পুর্তি উপলক্ষে কর্মসূচী হাতে নিচ্ছিলেন। তাদের নিরুৎসাহিত করতে এই গ্রেফতার। | China imemweka kizuizini mwanasheria maarufu mtetezi wa haki za binadamu Pu Zhiqiang ikimtuhumu ‘kusababisha usumbufu,' kwa kile kinachoonekana kuwa jaribio la kuhamisha mawazo ya wanaharakati ili wasilipe uzito tukio la maandamano ya 25 ya kudai demokrasia ilivyominywa kwa muda mrefu kwenye Viwanja vya Tiananmen. |
4 | সাউথ চায়না মনিং পোস্টের ভাষ্যমতে, অপরাধমূলক কাজে যুক্ত এমন অভিযোগে বেইজিং পুলিশ তাকে আটক করে। | |
5 | যদিও পু সে সময়ে ১৯৮৯ সালে সংগঠিত তিয়েনয়ানমেন স্কোয়ারের ঘটনার স্মরণে অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভায় অংশ নিয়েছিলেন। তারা ৪ জুনের ঘটনার সত্য খুঁজে বের করার আহবান জানাতে সভা করছিলেন। | Kwa mujibu wa gazeti la South China Morning Post, Pu amekamatwa kama mhalifu na plisi wa Beijing baada ya kuwa amehudhuria mkutano wa kuadhimisha kuminywa kwa demokrasia pamoja na “kurudusu maana na matokeo yake na kutoa wito wa uchunguzi wa kina kuhusu ukweli wa yaliyotokea siku ya Juni 4.'' |
6 | গত ৩ মে ২০১৪-এ বেইজিংয়ের একটি বাড়িতে কমপক্ষে ১৫ জন শিক্ষক, গণতন্ত্রপন্থী কর্মী এবং তিয়েনয়ানমেনের ঘটনায় নিহতদের স্বজন সভায় উপস্থিত হয়েছিলেন। | Watu wasiopungua 15 -wakiwemo wanazuoni, wanaharakati na jamaa wa wahanga waliouawa kwenye ghasia za Tiananmen - walihudhuria mkutano huo kwenye nyumba ya mtu binafsi jijini Beijing mnamo Mei 3, 2014. |
7 | বৈঠক শেষে কমপক্ষে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। | Watu wengine wasiopungua watano wamechukuliwa kwa mahojiano baada ya mkutano huo. |
8 | ১৯৮৯ সালে তিয়েনয়ানমেন বিক্ষোভে অংশ নেয়া পু-এর ছবি। | Picha ya Pu katika maandamano ya 1989 katika viwanja vya Tiananmen. |
9 | ছবি নেয়া হয়েছে টুইটার থেকে। | Picha hiyo inasambazwa kwenye mtandao wa twita. |
10 | পু উইকোয়ান আন্দোলনের [নাগরিক ও আইনি অধিকারের দাবিতে আন্দোলন] একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। | Pu ni mtu maarufu anayejulikana kwenye harakati za Weiquan, akiwa amewahi kuwatetea waandishi na wanahabari katika kesi kadhaa maarufu, ikiwa ni pamoja na msanii Ai Weiwei. |
11 | তিনি অনেক লেখক, সাংবাদিককে আইনি সহায়তা দিয়েছেন। | Aliandikwa sana kwenye magazeti kwa kuongoza kampeni dhidi ya makambi ya kufanyishwa kazi. |
12 | এদের মধ্যে শিল্পী আই উইউইয়ের মতো হাই-প্রোফাইল মামলাও রয়েছে। শ্রম শিবির বিরোধী প্রচারণায় তিনি সাময়িকীগুলোতে সোচ্চার ছিলেন। | Kufuatia tabia yake ya kukosoa sera rasmi za serikali, Pu amejikuta mara kadhaa akifuatiliwa sana na vyombo vya usalama, na amekamatwa na kuhojiwa mara nyingi. |
13 | সরকারি নীতির সমালোচনা করায় পু বিভিন্ন সময়ে নিরাপত্তাবাহিনীর নজরদারিতে ছিলেন। তাছাড়া তাকে কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করাও হয়েছে। | Pu alipigwa marufuku kufanya chochote kwenye majukwaa ya mitandao ya kijamii nchini China mwaka 2013 baada ya kuwa ameyatumia majukwaa hayo kumkosoa hadharani kiongozi mkuu wa Chama cha Kikomunisti Zhou Yongkang. |
14 | ২০১৩ সালে কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতা জিয়াও ইয়ংক্যাঙ অবসরের সমালোচনা করায় চীনের সব ধরনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থেকে পু-কে নিষিদ্ধ করা হয়। | |
15 | ছাত্র থাকা অবস্থাতেই পু ১৯৮৯ সালে গণতন্ত্রপন্থী আন্দোলনে অংশ নিয়েছিলেন। | Pu vile vile alishiriki kwenye harakati za kudai demokrasi mwaka 1989 wakati huo akiwa mwanafunzi. |
16 | তিয়েনয়ানমেন আন্দোলন সম্পর্কে সব ধরনের তথ্য চীন সেন্সর করে থাকে। | Habari zozote zinazohusiana na harakati za Tiananmen bado zinazuiwa nchini China. |
17 | কেউ যদি জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট সিনা উইবৃুতে “তিয়েনয়ানমেন” লিখে অনুসন্ধান করে, তবে একটি বার্তা পাবে। | Kutafuta chochote kinachohusiana na neno “Tiananmen” kwenye mtandao maarufu wa kijamii nchini China Sina Weibo kutakutana na ujumbe unaomfahamisha mtafutaji kuwa majibu hayawezi kupatikana kwa mujibu wa sheria na kanuni zinazohusika. |
18 | বাতায় বলা আছে, আইন ও প্রবিধান অনুযায়ী এটি খুঁজে পাওয়া যায় নি। অনেক আইনজীবী পু-এর প্রতি সহানুভূতি জানিয়েছেন। | Wanasheria wengi wameonyesha kuguswa na yaliyomtokea Pu na wametoa mwito wa kuachiwa mara moja kwa Pu kupitia mtandao wa Weibo. |
19 | উইবুতে তার মুক্তি দাবি করেছেন। | Hata hivyo, jumbe nyingi zinazoonyesha kumwuunga mkono Pu zimekuwa zikifutwa. |
20 | তবে পু'র প্রতি সমর্থন জানিয়ে যেসব বার্তা এসেছে, তার বেশিরভাগই মুছে ফেলা হয়েছে। | |
21 | বেইজিংয়ের আইনজীবী ডিং শুলিনের বার্তা অতি দ্রুত মুছে ফেলা হয়: | Ujumbe wa mwanasheria wa Bejing Deng Shulin ulifutwa haraka sana baada tu ya kuonekana: |
22 | পু জিকিয়াং অবশ্যই মুক্তি পাবেন। | Pu Zhiqiang lazima aachiliwe. |
23 | আইনজীবী গ্রেফতার কি বিচারব্যবস্থা সংস্কারের ভবিষ্যত দিক? | |
24 | জনপ্রিয় চীনা অভিনেত্রী জিয়াং জিয়ি উইবু-তে তার অনুসরণকারীদের একটি সিনেমা দেখতে বলেছেন, সেখানে আইনজীবী কীভাবে ন্যায়বিচার বহাল রাখছেন: | |
25 | “কাউন্সিল”, একটি দায়িত্বশীল আইনজীবীর গল্প। | Hivi kweli kukama wanasheria ndio mwelekezo mpya wa kuboresha mahakama? |
26 | তিনি গণতন্ত্র প্রতিষ্ঠঅর জন্য লড়ে যান, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করেন। | |
27 | কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোথ মো-হাইয়ুনের জীবনের সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি বানানো হয়েছে। | Msanii mwigizaji maarufu wa China Zhang Ziyi aliwaomba wafuatiliaji wa habari zake kwenye mtandao wa Weibo kutazama filani inayohusu namna wanasheria wanavyosaidia kutafutwa kwa haki: |
28 | সিনেমা সম্পর্কে রিভিউ দেয়ার দরকার নেই এখানে। | “Counsel”, mwanasheria anayeheshimiwa kwa kupambana akitetea demokrasia, utawala wa sheria na haki. |
29 | শুধু বলছি সিনেমাটি বিষয়বস্তুটি একবার দেখে নিন। | Filamu hiyo imetumia masimulizi ya kweli ya rais wa zamani wa Korea Roh Moo-Hyun. |
30 | হিউম্যান রাইটস ওয়াচের মায়া ওয়াং টুইটারে মন্তব্য করেছেন: | Hakuna haja ya kurudia hapa namna filamu hiyo inavyoonekana, nenda ukaitazame! |
31 | তিয়েনয়ানমেনের ২৫তম বাষির্কীর সবচে' সুন্দর বিজ্ঞাপন হলো পু এবং অন্যান্যদের আটক। | |
32 | এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মনোযোগ আকর্ষণ হোক, কর্তৃপক্ষ এটা চান না। | Maya Wang wa shirika la Human Rights Watch alikuwa na maoni haya kwenye mtandao wa twita: |
33 | সাংবাদিক সুই-লি উই পু'র একটি প্রবন্ধের অংশবিশেষ টুইটারে তুলে ধরেছেন: | Mwandishi Sui-Lee Wee alinukuu nsha iliyoandikwa na Pu kwenye mtandao wa twita: |
34 | ৪ জুন নিয়ে পু জিকিয়াংয়ের প্রবন্ধটি ভালো সময়ে পড়া হলো। “সবাই যদি ভুলে যায়, তাহলে কি আমরা ভবিষ্যৎ গণহত্যার দরজা খুলে দিচ্ছি না?” | Nilifurahi kusoma nsha ya Pu Zhiqiang ya Juni 4. “Kama kila mmoja atasahau, je hatutakuwa tunafungua mlango wa mauaji ya kimbari kwa siku zijazo? |