Sentence alignment for gv-ben-20101203-13759.xml (html) - gv-swa-20101202-1818.xml (html)

#benswa
1ব্রাজিল: আজকে প্রেসিডেন্ট, কালকে ব্লগারBrazil: Leo Rais, Kesho Mwanablogu
2গত সপ্তাহে প্রথমবারের মতো দায়িত্বভার ত্যাগ করা ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট লুইস ইনাকিও দা সিল্ভার (লুলা) সাক্ষাৎকার নেয়া হয় বেশ কিছু অগ্রগামী ব্লগার দ্বারা। অনেকে দেশে গণতান্ত্রিক মিডিয়া সিস্টেম গঠনের ক্ষেত্রে এই ঘটনাকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখেছেন।Rais wa Brazil anayeondoka madarakani Luis Inácio Lula da Silva (Lula) alihojiwa [pt] na wanablogu wapenda maendeleo (au wenye mlengo wa kati kuelekea kushoto) kwa mara ya kwanza wiki hii, tukio ambalo limechukuliwa na wengi kama hatua muhimu [pt] katika msukumo uliopo unaotaka mfumo wa habari wa kidemokrasia zaidi [pt]nchini Brazil.
3দুই ঘন্টার এই সেশন অনলাইনেও সরাসরি প্রচারিত হয়, যার ফলে ব্লগাররা অনলাইন মাইক্রোব্লগিং সাইট টুইটারের মাধ্যমে অংশগ্রহণ করতে পেরেছেন।Mahojiano hayo ya masaa mawili yalirushwa moja kwa moja kwenye mtandao, na kuwawezesha wanablogu kushiriki kupitia kamera za kwenye mtandao kwenye tovuti ya Twita.
4অনেক বিষয় আলোচিত হয়েছে, যার মধ্যে ব্রাজিলের রাজনৈতিক সংস্কার, গর্ভপাত, শিক্ষা, দূর্নীতি আর দেশটার পররাষ্ট্র নীতি আছে।Maa mbalimbali [pt] zilipitiwa, pamoja na mageuzi ya kisiasa nchini Brazil, utoaji mimba, elimu, rushwa, na sera za mambo ya nchi za kigeni.
5মিডিয়ার সংস্কার আলোচ্য বিষয়ের তালিকায় অনেক উপরে ছিল আর লুলা জানিয়েছেন:Suala la marekebisho ya vyombo vya habari lilikuwa juu kwenye ajenda,na Lula alithibitisha,
6আমি এই দেশের প্রেসের স্বাধীনতার ফল।Mimi ni matokeo ya uhuru wa vyombo vya habari katika nchi hii.
7সব থেকে বড় নিষেধাজ্ঞা যেটা আছে সেটা হলো যে মিডিয়াকে সমালোচনা করা যাবে না।Uzuiaji mkubwa wa uhuru huo ambao bado upon i kuamini kuwa vyombo vya habari haviwezi kukosolewa.
8তিনি ভুল তথ্য প্রসারের ব্যাপারে প্রতিবাদ করেছেন আর ব্রাজিলের মিডিয়া ইন্ডাস্ট্রির আরো দৃঢ় নিয়মের দরকারের ব্যাপারে বলেছেন।Alijipanga dhidi ya uenezwaji wa taarifa za uongo na kutaka sheria kali zaidi za vyombo vya habari nchini Brazil.
9ব্রাজিলের প্রধান ধারার প্রেসের সমালোচনা করেছেন তিনি বিশেষ করে দেশটি বিশ্ব অর্থনৈতিক মন্দার কারনে কতোটা ক্ষতিগ্রস্ত হবে সেটাকে বাড়িয়ে বলে ভীতি সৃষ্টির জন্য, আর ২০০৭ সালে ট্যাম বিমান দুর্ঘটনার পেছনের ভুল কারন রিপোর্ট করার জন্যে।Alivishutumu vyombo vya habari vikuu nchini Brazil kwa kuamsha hofu kwa kutia chumvi kwenye suala la upeo wa athari za mgogoro wa kifedha duniani, na kwa kuripoti sababu za uongo zilizopelekea kuanguka kwa ndege ya shirika la TAM mwaka 2007. Vyombo vikuuvya habari nchini Brazil bado vimo mikononi mwa familia chahce zinazotawala, kubwa kati ya hizo ikiwa familia ya Marinho, ambayo inamiliki mtandao mkubwa wa utangazaji, Rede Globo [pt].
10ব্রাজিলের মূল ধারার মিডিয়ার মালিকানা কয়েকটি শাসক পরিবারের হাতেই আছে, যাদের মধ্যে প্রধান হচ্ছে মারিনহো পরিবার, যারা দেশটার মূল প্রচার নেটওয়ার্ক, রেডে গ্লোবোর মালিক।Kihistoria kwa kushirikiana kwa karibu na utawala wa kiimla wa jeshi (1964-1984), Globo Globo ilijiweka katika nafasi nzuri ya kuimarisha na kushunikiza udhibiti wake kwenye televisheni, filamu, redio na uchapishaji.
11ঐতিহাসিকভাবে তারা সেনা স্বৈরশাসকের সাথে কাছাকাছি সম্পর্কে আছেন (১৯৬৪-৮৪), গ্লোবো ভালোভাবে দাঁড়িয়ে আছে তাদের ক্ষমতাকে একত্র করে টেলিভিশন, চলচ্চিত্র, রেডিও আর সংবাদপত্রে তাদের নিয়ন্ত্রণ দেখানোর ক্ষেত্রে।Mara kwa mara magazeti yamejikuta yakilaumiwa kwa kutumikia maslahi ya kisiasa, na havi karibuni zaidi wakati wa uchaguzi wa rais, ambamo rais mteule wa sasa, Dilma Rousseff, alionekana kuwa muathirika [pt] wa mauaji ya kimbari ya vyombo vya habari.
12সংবাদপত্র প্রায় তোপের মুখে পড়েছে রাজনৈতিক ইচ্ছা সাধনের জন্য, সাম্প্রতিক দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে, যখন বর্তমান প্রেসিডেন্ট- নির্বাচিত ডিল্মা রুসেফ মূলধারার মিডিয়া কর্তৃক বড়ভাবে শিকার হিসাবে আবির্ভূত হন।Magazeti makubwa ya kila siku na majarida mjadala wa kura za mara ya pili za kutatua matokeo ya uchaguzi, huku wakijengea mtaji kwenye masuala tata, kama vile utoaji mimba na dini, ambayo huiacha Brazil ikiwa imegawanyika vibaya.
13প্রধান দৈনিক আর ম্যাগাজিন বিতর্কে লাফিয়ে পড়ে বিতর্কিত বিষয়কে মূলধন করে, যেমন ধর্ম আর গর্ভপাত, যা ব্রাজিলকে ভীষণভাবে বিভক্ত রাখে।Rais huyo anayeondoka madarakani aliulizwa maswali juu ya mapendekezo yaliyotolea mwaka jana wakati wakati wa Kongamano la Taifa la Mawasiliano [pt]. ].
14বিদায়ী প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয় গত বছরের প্রথম জাতীয় যোগাযোগ কনফারেন্স এ করা প্রস্তাব নিয়ে যার মধ্যে ছিল আরো বেশী আইনের প্রয়োজনীয়তা, নাগরিকের অংশগ্রহণ আর মূলধারার মিডিয়ার মধ্যে সামাজিক নিয়ন্ত্রণ।Udhibiti mkubwa zaidi, ushiriki wa raia na udhibiti wa kijamii ndani ya vyombo vikuu vya habari yalikuwa miongoni mwa mahitaji yaliyokuwemo ndani ya rasimu ya mapendekezo katika kongamano, huku Lula akiwahakikishia wanablogu kuwa mapendekezo hayo yangewasilishwa katika bunge la Brazil.
15আর লুলা ব্লগারদের আশ্বস্ত করেছেন যে ব্রাজিলের কংগ্রেসে এটা জমা দেয়া হবে।
16তিনি যোগ দিয়েছেন যে এই বিতর্ক এখন ডিল্মার হাতে, যিনি ব্রাজিলে আরো বেশী প্রেসের স্বাধীনতার ব্যাপারে সোচ্চার এবং তার ৩১ শে অক্টোবরের স্বাগত ভাষনে এই কথা তিনি দিয়েছেন।Aliongeza kuwa mdahalo huo hivi sasa umo mikononi mwa Dilma, ambaye uhuru mkubwa zaidi wa habari nchini Brazil wakati wa hotuba ya kukubali matokeo ya uchaguzi tarehe 31 Oktoba
17প্রেসিডেন্ট লুলা ব্লগার কন্সিচাও অলিভিয়েরার সাথে কথা বলছেন টুইট ক্যামের মাধ্যমে তার ব্রাজিলের ব্লগারের সাথে প্রথম সাক্ষাৎকারে।Rais Lula akiongea na mwanablogu Conceição Oliveira kupitia Twitcam wakati wa mahojiano yake ya kwanza na wanablogu wa Brazil.
18ছবি ফ্লিকার ব্যবহারকারী রিকার্ডো স্টুকার্টের, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃতPicha na Ricardo Stuckert/PR, kutoka kwenye akaunti ya Flickr ya blogu ya Blog do Planalto. imechapwa hapa chini ya leseni ya Creative Commons.
19যারা অংশগ্রহন করেছিলেন, তাদের জন্যে এই অধিবেশনে ধারণা দেয়া হছে যে নতুন একটা চ্যানেল খুলে দেয়া হবে সিদ্ধান্ত কারী আর মিডিয়া জগৎের না এমন লোকের মধ্যে আরো খোলামেলা যোগাযোগের জন্যে।Kwa wale ambao walihudhuria, kipindi hicho kiliashiria kufunguliwa kwa mkondo mpya wa mawasiliano ya kimaendeleo kati ya wafanya maamuzi na nguvu za habari ambazo si za vyombo vikuu vya habari.
20একজন ওয়েব ব্যবহারকারী যিনি টুইটক্যামের মাধ্যমে অংশগ্রহন করেছেন, এই সেশনকে ‘আবেগময়' বলেছে।Mtumiaji mmoja wa mtandao, ambaye alishiriki kwa kutumia Twitcam, alikielezea kipindi hicho kama “kilichozua hisia kali” [pt].
21বিশিষ্ট রাজনৈতিক ব্লগার রড্রিগো ভিয়ানা পাঠকদের মনে করিয়ে দিয়েছেন যে ‘পুরানো' মিডিয়া থাকবে। তিনি বলেছেন:Mwanablogu wa siasa anayejulikana Rodrigo Vianna [pt], wakati akiwakumbusha wasomaji kuwa ‘Vyombo vya habari vya zamani' vitaendelea kuwepo, alisema,
22আমি জানিনা পাঠকরা যা এখানে বলা হচ্ছে তা ধরতে পারছেন কিনা: কিন্তু মনোপলি ভেঙ্গে গেছে।Sijui kamawasomaji wanaelewa ukubwa wa jambo hili unavyomaanisha: umiliki wa jumla umevunjwa.
23টুইটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা প্রশ্ন করতে পারেন।Kwa kutumia Twita, watumiaji wa intaneti wanaweza kuuliza maswali.
24যোগাযোগের জগৎ এগিয়ে গেছে।Ulimwengu wa mawasiliano umepiga hatua.
25আজকে আমরা যা দেখেছি তা প্রতীকী।Tulichokiona leo kulikuwa ni ishara (ya jambo hilo).
26লিবারেল কারেন্ট এফেয়ার এর ম্যাগাজিন রেভিস্তা ফোরামের রেনাটো রোভাই একই ভাবে আশাবাদী:Renato Rovai, mhariri wa gazeti la kiliberali la Revista Forum [pt], kadhalika alikuwa alikuwa na mtazamo chanya [pt]:
27এটা [সাক্ষাৎকার] ব্রাজিলের রাজনীতির কাভারেজের ইতিহাসে প্রবেশ করেছে।Mahojiano yale yaliingia kwenye historia ya uandishi wa siasa za Brazil. Kundi la wanablogu walioalikwa pia lilikuwana muhimu, anaandika mshiriki Leandro Fortes [pt]:
28এটাতে অংশগ্রহনের জন্য ব্লগারদের যে দলকে আমন্ত্রণ করা হয় তারাও বেশ উল্লেখযোগ্য ছিল, লিখেছেন অংশগ্রহণকারী লিয়ান্দ্রো ফোরটেস: এই একই দলকে সেররা ডেকেছিল, অনৈতিক নির্বাচন প্রচারণার চূড়ান্তে, ‘খারাপ ব্লগের' কণ্ঠ হিসাবে [.. ]।Kundi hili hili liliitwa na Serra, wakati wa kilele cha kampeni potofu za uchaguzi, sauti za ‘wanablogu wa hovyo', akitoa angalizo la kuvunja mishipa la aina ya uandishi uliomkamata toucan [jina la Serra], kiumbe bandia anayeungwa mkono na vyombo vya habari vya zamani akiwa bado hajajitayarisha.
29সেররা বা পুরানো ব্রাজিলের ডান পন্থীদের কেউ আশা করেননি ব্লগ জগৎ আর অন্যান্য অসামাজিক মিডিয়ার প্রতিক্রিয়া, বিশ্লেষণ আর সমালোচনার ক্ষমতাকে।Si Serra wala mtu mwingine yeyote katika kambi ya mlengo wa kulia nchini Brazil aliyetarajia nguvu ya mwitiko ule, uchambuzi na ukosoaji katika ulimwengu wa blogu na katika mitandao mingine ya kijamii.
30নকল প্রতিবেদন, ভুল রিপোর্ট, ধর্মীয় নোংরামী আর বোলিনহা দে পাপেল ঘটনা কয়েক ঘন্টার মধ্যে ইন্টারনেটে প্রকাশিত হয়।Makala za uongo, taarifa za kubuni zisizo na mantiki, mitizamo ya kinafiki, udini wa kihafidhina pamoja na aibu ya bolinha de papel viliwekwa wazi katika intanerti ndani ya saa chache.
31আমরা ‘খারাপরা' এই নির্বাচনের ইতিহাস গড়েছি।Sisi, ‘wanablogu wa hovyo' tulitengeneza historia ya uchaguzi huu.
32সেররা আর তার প্রাগ ঐতিহাসিক বন্ধুরা ভার্চুয়াল নালাতে গায়েব হয়ে গেছেন।Serra pamoja marafiki zake wa zama za kale walitokomea katika mtaro anuai.
33অংশগ্রহনকারীরা অবশ্য দ্রুত আঙ্গুল তুলেছে সেশনের ব্যার্থতার দিকে।Hata hivyo, washiriki walikuwa wepesi kuonyesha mapungufu ya kipindi kile.
34ভিয়ান্না দেখিয়েছেন যে গুরুতর বিষয় যেমন মানবাধিকার, ভূমি সংস্কার, বিচার আর গণস্বাস্থ্য যথেষ্ট বিস্তারিতভাবে দেখানো হয়নি, যা যোগাযোগের আলোচনায় চাপা পড়েছে।Vianna aliona kwamba masuala yanayoshinikiza ya haki za binadamu, marekebisho ya sheria ya ardhi, sheria na huduma za afya havikupitiwa kwa undani wa kutosha, vilizidiwa badala yake na mazungumzo juu ya mawasiliano.
35আরো হতাশা ব্যক্ত করা হয়েছে নারী ব্লগারের অভাবে, যদিও মারিও ফ্র ব্লগের কোরসিয়াচো অলিভিয়েরা (যিনি কোন্সিয়ারগো লেমেস নামেও বিয়াও মুন্ডোতে ব্লগ করেন) টুইটক্যামের মাধ্যমে অংশগ্রহন করেছিলেন।Kadhalika kutokuwepo kwa wanablogu wanawake pia kulilalamikiwa, japokuwa Conceição Oliveira, wa blogu ya Maria Fro [pt] (ambaye pia hublogu kama Conceição Lemes katika Vi o Mundo) [pt] alishiriki kupitia Twitcam.
36লুলা সামাজিক মিডিয়ার মাধ্যমে নাগরিকদের কাজে লাগানোর ক্ষমতার ব্যাপারে মনে হয় সন্তুষ্ট, আর কথা দিচ্ছেন যে তিনি ভবিষ্যৎে ব্লগ আর টুইট করবেন।Lula alionekana kushawishika na nguvu ya kuwafikia wananchi kwa kupitia mitandao ya kijamii, na kuahidi kuwa atablogu na kutwita huko mbeleni.
37যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিলে সর্বোচ্চ টুইটার ব্যবহারকারী আছেন, আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬৭ থেকে ৭৩ মিলিয়নের মধ্যে।Brazil ni ya pili kwa kuwa na watumiaji wa Twita wengi zaidi duniani baada ya Marekani, na watumiaji wake wa intaneti wapo kati ya milioni 67 mpaka milioni 73.
38সামাজিক নেটওয়ার্কের সাইট যেমন অর্কুট আর কম ক্ষেত্রে ফেসবুক বেশ জনপ্রিয়।Tovuti za kijamii kama vile Orkut na kwa kiwango cha chini , Facebook, pia bado zinaendelea kupata umaarufu mkubwa.