# | ben | swa |
---|
1 | ইরান এবং যুক্তরাষ্ট্রের সময় কি এখন মধুচন্দ্রিমার ? | Je, Kutakuwa na Fungate kwa Marekani na Irani? |
2 | ইরান এবং আমেরিকার প্রেসিডেন্টঃ হাসান রুহানি এবং বারাক ওবামা। | Marais wa Iran na Marekani: Hassan Rouhani na Barack Obama. |
3 | ইরান-ইমরোজ ডট নেট থেকে। | Kupitia Iran-emrooz.net |
4 | ইরানের নতুন প্রেসিডেন্ট হাসান রুহানি এবং বারাক ওবামার মাঝে একটি ঐতিহাসিক ফোন কলের এক সপ্তাহ পরেই ইরানিরা এখনও সমস্বরে “আমেরিকা নিপাত যাক” বলে চির প্রচলিত স্লোগান দিচ্ছে। তেহরানে গত ৪ অক্টোবর, ২০১৩ তারিখে জুম্মার নামাজের পর তাঁরা মার্কিন এবং ইসরাইলের পতাকাও পুড়িয়েছে। | Wiki moja tu baada ya tukio la kihistoria la kupigiana simu kati ya rais mpya wa Iran, Hassan Rouhani, na Barack Obama, bado kuna minong'ono miongoni mwa wa-Irani kuhusu “Kufa kwa Marekani” na kuchoma bendera za Marekani na Israeli baada ya swala ya Ijumaa mjini Tehran Oktoba 4, 2013. |
5 | কিছু সংখ্যক ইরানি এখনও মনে করেন যে, ফোন কলটি ছিল দু'দেশের শীতল সম্পর্কের বরফ গলানোর জন্য নেওয়া একটি পদক্ষেপ। | |
6 | এতে করে হয়তোবা একদিন মার্কিন মঞ্জুরি তুলে নেয়া হতে পারে। তবে “বিরাট শয়তান” - এর সাথে যেকোন ধরনের সংলাপের বিষয়ে আবার অন্যান্য ইরানিরা বেশ অসন্তুষ্ট। | Bado, baadhi ya wa-Iran wanatarajia kuwa simu hiyo ilikuwa ni hatua nzuri katika kuimarisha mahusiano ambayo yangeweza kufanya vikwazo vya Marekani viongozwe. |
7 | ইরানে বিভিন্ন দাপ্তরিক বক্তৃতায় প্রায়ই মার্কিন যুক্তরাষ্ট্রকে এই নামেই সম্বোধন করা হয়। | Wengine hawakufurahia mazungumzo hayo na “Shetani Mkuu,” jina ambalo Marekani huitwa kila hotuba rasmi za Iran zinapotolewa. |
8 | যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে ইরানিরা কি ভাবছেন প্রেসিডেন্ট রুহানি তা তৎক্ষণাৎ দু'টি নির্বাচনি সংস্থাকে “খুঁজে বের করতে” বলেছেন। | Katika kuonyesha kuwa mada hii imo kwenye kichwa kwa Rais Rouhani, ameripotiwa kuyaomba mashirika mawili ya kura ya maoni “kutafiti” kile wa-Irani wanachofikiri kuhusu mahusiano ya Marekani na Irani. |
9 | এতে এটাই নির্দেশিত হয় যে, বিষয়টি তাঁর মনেও এসেছে। | Wakati huo huo, watumiaji wa mtandaoni walitoa maoni yao kuhusu matukio hayo kati ya nchi hizo mbili. |
10 | অতঃপর দু'টি দেশের মধ্যে চলমান রোমাঞ্চিত কাহিনী নিয়ে ইন্টারনেটবাসী তাঁদের নিজেদের ভাবনাগুলো শেয়ার করেছে। | Mwananchi mmoja wa Iran aliweka video yake kwenye mtandao wa YouTube, ikipendekeza kuwa Rouhani aongeze maswali ya ziada kwenye utafiti wake: |
11 | একজন ইরানি নাগরিক ইউটিউবে নিজের একটি ভিডিও আপলোড করেছেন। সেটিতে তিনি দৃঢ়কণ্ঠে পরামর্শ দিয়েছেন যে, রুহানি তাঁর জরিপে তিনটি অতিরিক্ত প্রশ্ন যোগ করেছেনঃ | - “Watu wangapi wanahitaji utawala wa Jamhuri ya Kiislamu?” - “Wanafikiri nini kuhusu uhuru wa kijamii na kisiasa?” - “Wewe [Rais Rouhani] umesema hapakuwa na udanganyifu katika uchaguzi wa rais 2009 uliokuwa na malalamiko mengi, hebu tuwaulize wa-Iran wanafikiri nini kuhusu jambo hilo” |
12 | -“কতজন লোক ইসলামি প্রজাতান্ত্রিক শাসনতন্ত্র চায়?” -“সামাজিক এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে তাঁরা কি ভাবে?” | Zarebin anaandika [fa] katika blogu yake kuwa utafiti huo utahandisiwa kwa namna yoyote ambayo Kiongozi Mkuu atataka. |
13 | -“আপনি [প্রেসিডেন্ট রুহানি] বলেছেন, ২০০৯ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রতারণা করা হয়নি। | |
14 | চলুন, দেখি ইরানিরা এ বিষয়ে কি চিন্তা করে” | Kama anataka kukarabati mahusiano na Marekani, hivyo utafiti utaonyesha hilo. |
15 | জেরেবিন তাঁর ব্লগে লিখেছেন [ফার্সী], জরীপটি এমনভাবে নির্মিত হবে যেন সর্বোচ্চ নেতার আকাঙ্খা তাতে প্রতিফলিত হয়। | |
16 | যদি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাতে চান, তবে জরিপটিতে তাই প্রতিফলিত হবে এবং যদি না চান, তবে তাও জরিপটিতে প্রতিফলিত হবে। | |
17 | “কি ফাঁদেই না আমরা আটকা পড়েছি। | “Tumetengwa namna gani. |
18 | একটি জরিপ চালাতেও নেতার মতামত অনুযায়ী সবকিছু করা হবে”। | Kila kitu ni maoni ya Kiongozi huyo na utafiti ni kujaribu kuthibitisha hicho hicho.” |
19 | কথা বলতে বা না বলতে | Tusema au Tusiseme |
20 | ফিরুজাহ টুইট করেছেনঃ | Firoozeh alitwiti: |
21 | যেকোন সম্পর্কের ক্ষেত্রেই আমাদের দ্রুত বেগে প্রবেশ করা উচিৎ নয়, তা কূটনৈতিক সম্পর্ক হোক অথবা অকূটনৈতিক ই হোক না কেন। | Katika uhusiano wowote, uwe wa kidiplomasia au usio wa kidiplomasia, lazima twende kwa makini. |
22 | ব্লগার খাবরনেগার১৩৫১ ইসলামিক শাসনতন্ত্রের পক্ষ নিয়ে লিখেছেন [ফার্সী], ইরান এতোটাই ক্ষমতাবান হয়ে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র “ইরানকে একটি পরাশক্তি হিসেবে দেখে” এবং “এটিকে ভয় পেয়ে তাঁরা তেহরানের সাথে সম্পর্ক উন্নয়নে বদ্ধ পরিকর”। | Akiungana na utawala wa Kiislamu, mwanablogu Khabrnegar1351 anaandika[fa] kuwa Iran imekuwa na nguvu kiasi cha Marekani “kuitazama Iran kama taifa lenye nguvu duniani” na “itakusudia kujenga mahusiano na Tehran kwa woga tu.” |
23 | আরেকজন ব্লগার আহেসতান আমাদের ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খামেনির আমেরিকা বিরোধী শিক্ষার কথা মনে করিয়ে দিয়েছেন এবং বলেছেন [ফার্সী], “ওবামা-রুহানি ফোনালাপের প্রকৃত বিজয়ী ওবামা”। | Mwanablogu mwingine, Ahestan, anatukumbusha mafundisho ya mpinzani wa Marekani Ayatollah Khomeini, mwasisi wa taifa hilo la ki-Islamu anayesema [fa], “Mshindi halisi wa mazugumzo ya Obama-Rouhani ni Obama.” |
24 | এই ব্লগার আরো বলেছেন, ফোন কলটির প্রধান উদ্দেশ্য ছিল ইমামের [খামেনির] শিক্ষার অনুসারী লক্ষ লক্ষ মুসলিমকে দেখানো যে, “বিরাট শয়তান” - এর সাথে ইরান সমঝোতা চায়। | Mwnaablogu huyu anasema lengo kuu la simu hiyo lilikuwa kuwaonyesha mamilioni ya Waislamu wanaofuata mafundisho ya Imam huyo [Khomeini] kwamba Iran iko tayari kuzungumza na “Shetani Mkuu.” |