Sentence alignment for gv-ben-20100103-8407.xml (html) - gv-swa-20100102-1008.xml (html)

#benswa
1চীন: আকমলের মৃত্যুদণ্ড, অপমানকর স্মৃতির কারণে দৃঢ়তার সাথে না বলা
2আকমল শেখ, একজন বৃটিশ নাগরিক। চীনে হিরোইন পাচারের দায়ে সে অভিযুক্ত হয়েছিল।China: Adhabu ya Kifo kwa Akmal, ni Tendo la Kufuta Aibu ya Zamani
3মঙ্গলবার তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।
4তবে আকমলের পরিবার এবং বৃটিশ সরকার তার এই অপরাধ মওকুফ করার জন্য চীনের প্রতি আহ্বান জানায়। উভয়ে দাবি করেছিলেন যে, আকমল মানসিক ভাবে অসুস্থ ছিল।Akmal Shaikh, raia wa Uingereza aliyeshtakiwa kwa kuingiza mihadarati kinyume cha sheria nchini China, aliuwawa siku ya Jumanne japokuwa familia yake pamoja na serikali ya Uingereza waliomba adhabu ipunguzwe, wakidai kuwa alikuwa ni mgonjwa wa akili.
5তবে চীনের সর্বোচ্চ আদালত আকমলের মানসিক অবস্থার বিষয়টি পুনরায় মূল্যায়ন করার অনুরোধ বাতিল করে দেয়, কারণ বৃটিশ সরকার তার মানসিক অবস্থা সম্বন্ধে যে সমস্ত তথ্য প্রদান করেছিল তাতে প্রমাণ হয়নি যে আকমল শেখ মানসিক ভাবে অসুস্থ।
6আকমলকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মারা হয়। এই ঘটনায় বৃটিশ সরকার ও বেশ কিছু অধিকার আদায়কারী সংগঠন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।Mahakama Kuu ya China hata hivyo ilikataa ombi la kuangalia hali ya akili ya Akmal kwa sababu hati zilizotolewa na Ubalozi wa Uingereza hazikuweza kuhakikisha kuwa Akmal ana matatizo ya akili.
7বৃটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এই ভাবে মৃত্যুদণ্ড প্রদানের নিন্দা জানিয়েছেন এবং তিনি বলছেন, “ বিশেষত এই ঘটনায় মানসিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় আনা হয়নি”।
8সমালোচনার মুখে চীন এ ব্যাপারে তার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।Baada ya Akmal kudungwa sindano ya sumu, serikali ya Uingereza na baadhi ya mashirika ya kupigania haki yalijibu vikali.
9চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি সতর্ক করে দেন এই ধরনের হস্তক্ষেপ দু'টি দেশের পারস্পরিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে।Waziri Mkuu wa Uingereza Gordon Brown alishutumu mauaji hayo na kusema kuwa “anaguswa hasa na ukweli kuwa hakuna tathmini yoyote ya akili iliyofanywa.”
10চীনে মাদক পাচারকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।Ikikabilia na kukosolewa, China ilieleza vikali kutoridhika.
11সেখানে ৫০ গ্রামের উপর হিরোইন বহন করা বা বিক্রি করার অপরাধে ধরা পড়লেই আইনে তার শাস্তি মৃত্যুদণ্ড।Msemaji wa wizara ya mambo ya nje alisema kuwa shutuma hizo hazina msingi na kuonya kuwa kuingiliwa kunaweza kuharibu mahusiano baina ya nchi hizo mbili.
12আকমল ৪০০০ গ্রাম হিরোইনসহ ধরা পড়েছিল।Katika China, upitishaji wa madawa ya kulevya unachukuliwa kama kosa la jinai.
13চীনের অনেক নেটিজেনের কাছে এই ঘটনা ১৯ শতকে অনুষ্ঠিত দু'টি আফিম যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এই দু'টি যুদ্ধের মাধ্যমে বৃটিশ বাহিনী চীন দখল করে নেয়।Adhabu ya kifo itatolewa kwa kubeba au kuuza mihadarati ya zaidi ya uzito wa gramu 50 kwa mujibu wa sheria za China, na alikutwa na zaidi ya gramu 4000.
14যুদ্ধের কারণ, সে সময় চীনা কর্মকর্তারা বৃটিশ ব্যবসায়ীদের অফিম পুড়িয়ে দিয়েছিল। চীন সেই দু'টি যুদ্ধে পরাজিত হয় এবং এর ফলে তারা এরপর “১০০ বছর ধরে এক অপমান সহ্য করে”।Kwa raia wengi wa wavuti wa Kichina, tukio hili limewakumbusha Vita ya Pili ya Mihadarati iliyopiganwa katika karne ya 19 ambapo majeshi ya Uningereza yaliivamia China kwa sababu maofisa wa Kichina walichoma moto mihadarati iliyozwa kwa Uingereza.
15১৬৩. কম চীনের এক অন্যতম পোর্টাল বা ওয়েব সাইট।China ilishindwa vita na kuteseka kutokana na “miaka 100 ya aibu” tangu hapo.
16সেখানে এই সংবাদের উপরে যে মন্তব্য করা হয়েছে সেটিকে প্রায় ৩০০০ জন চীনা নাগরিক সমর্থন করেছে।Katika 163.com, huduma ya tovuti kubwa nchini China, zaidi ya watu 3000 waliunga mkono maoni yaliyoachwa hapo baada kipande cha habari, kilichoandikwa:
17মন্তব্যে লেখা হয়েছিল:Je kuna chochote kilicho tofauti kwa mmagharibi?
18পশ্চিমের একজন নাগরিক কি আলাদা কোন বৈশিষ্ট্য ধারণ করে?Mfanyabiashara wa madawa ya kulevya ni lazima auwawe.
19একজন মাদক পাচারকারীর অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত।Acekingfang, zaidi ya yote, alifikiri kuwa kuuwawa huko kunaonyesha kuwa China anakua.
20আকিংফাং, সবচেয়ে বড় কথা, এই মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে প্রমাণ হয় যে চীন এগিয়ে যাচ্ছে। আফিম বাজেয়াপ্তকরণ এবং মাদক বহনকারী বৃটিশ নাগরিককে শাস্তি প্রদান করার মধ্যে দিয়ে ১৭০ বছর আগে চীন সেই শতকে প্রথম কোন যুদ্ধে জড়িয়ে পড়ে।Tofauti na ilivyokuwa, kukamatwa kwa mihadarati na kuadhibiwa kwa wafanyabiashara wa madawa ya kulevya Waingereza miaka 170 iliyopita ilipelekea vita ya kwanza ya China katika karne, ambayo kwayo Waingereza walifungua kwa nguvu lango la China kwa kutumia mihadarati na mizinga.
21সেই যুদ্ধের মধ্য দিয়ে বৃটিশ বাহিনী জোর করে চীনে আফিম এবং কামান নিয়ে প্রবেশ করে।Mwaka 1856 Uingereza ilianzisha Vita nyingine ya Mihadarati, kwa kuchukulia kukamatwa kwa maharamia wachache wa ufalme wa Qing kama kisingizio.
22১৮৫৬ সালে বৃটিশরা দ্বিতীয় আফিম যুদ্ধ আরম্ভ করে, এর অজুহাত হিসেবে তারা কুইং বা মাঞ্চু রাজাদের এলাকা থেকে কিছু চীনা জলদস্যুদের ধরে নিয়ে যায়। বৃটিশ-ফরাসী সম্মিলিত বাহিনী চীনা বাহিনীকে পরাজিত করে এবং তারা বেইজিং অভিমুখে যাত্রা করে।Majeshi ya mseto ya Waingereza na Wafaransa yalilishinda jeshi la China kisha wakaingia mjini Beijing, wakaichoma moto Kasri ya Zamani ya Majira ya Kiangazi, na kupora tani za hazina, kitu ambacho kilikuwa ni janga la kutisha zaidi katika historia ya China.
23তারা রাজাদের পুরোনো প্রাসাদ যা ওল্ড সামার প্যালেস নামে পরিচিত সেটিকে পুড়িয়ে দেয় এবং প্রচুর সম্পদ লুট করে নিয়ে যায়।Leo hii wakati mfanyabiashara ya madawa ya kulevya Muingereza alipokiuka sheria katika ardhi yetu, tunaweza katika uwazi na kwa haki kumuadhibu bila huruma yoyote.
24এই ঘটনা চীনের ইতিহাসে অন্যতম এক বিপর্যয়।Hatuhitaji tena kufuata amri za wengine.
25আজ যখন বৃটিশ মাদকপাচারকারীরা আমাদের দেশে এসে আমাদের আইন ভঙ্গ করে, আমাদের অধিকার রয়েছে তাকে প্রকাশ্যে এবং কোন ধরনের ক্ষমা প্রদর্শন না করে শাস্তি প্রদান করা।
26আমাদের আর অন্য কারো আদেশ অনুসরণ করার প্রয়োজন নেই।Hii inaonyesha kuwa China inaweza isifurahi, na matokeo ya kuichokoza China ni makubwa.
27এটা প্রমাণ করে যে, এতে চীন খুশি হবে না, এবং চীনকে উত্তেজিত করার ফলাফল খুবই ভয়াবহ হবে।
28ঝা৮১১-এর মন্তব্য একই ধরনের মানসিকতা প্রদর্শন করে।Maoni ya zha811 yalionyesha fikra kama hizo:
29যদি আপনারা চীন থেকে চুরি করে নেওয়া সম্পদ আবার চীনে ফেরত দেন, তা হলে আমরা আপনাদের প্রস্তাব গুরুত্বের সাথে নিতে পারি। এই সব সম্পদ ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে।Kama mngerudisha baadhi ya hazina za China zinazotunzwa kwenye makumbusho ya Uingereza ambazo ziliporwa kutoka China, tungeliweza kuyachukulia mapendekezo yenu kwa makini.
30জাহুন২৮৭৫ বলেছেন,zhun2875 alisema,
31এটা আমাদের ঘরোয়া বিষয়।Hili ni suala letu la ndani.
32এর মধ্যে বৃটিশদের নাক গলানোর কি কারণ?Linahusiana vipi na Waingereza?
33চীনে লম্বা সময় ধরে এক অভিযোগ রয়েছে যে বিদেশী, বিশেষ করে পশ্চিমাদের প্রতি এমন ব্যবহার করা হয়, যেন তারা উচ্চশ্রেণীর মানুষ।Nchini China, kwa muda mrefu imelalamikwa kwamba watu wan chi za nje, hasa Wamagharibi, wanatendewa kama vile wana hadhi ya juu.
34২০০৮ সালে একটি রেলগাড়ি নির্ধারিত জায়গার বাইরে থামে, যাতে বেশ কিছু জাপানী যাত্রী নির্দিষ্ট সময়ে বিমান বন্দরে পৌঁছাতে পারে।Katika mwaka 2008, treni ilisimama kinyume na ratiba ili kuwapeleka abiria kadhaa wa Kijapani uwanja wa ndege na hata magari ya polisi yalitumika kuwasindikiza.
35এমনকি সে সময় তাদের পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হয়।
36এদিকে অন্য এক ঘটনায় মানসিকভাবে অসুস্থ এক চীনা নাগরিককে ট্রেনের দ্বাররক্ষক সিটে বেঁধে রাখে এবং তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। কেউ এই ঘটনার দিকে নজর দেয়নি।Hata hivyo, katika kesi nyingine raia wa China mwenye ugonjwa wa akili alifungwa kwenye kiti cha treni na wahudumu na kuachwa hadi kufa bila ya mtu yeyote kumhudumia.
37এবার আদালতের আদেশ ছিল যে কোন সমর্থন লাভের ক্ষেত্রে লোকজনকে সমান দৃষ্টিতে দেখা।Wakati huu, uamuzi wa mahakama unaowatendea watu wote sawasawa inaelekea kuwa unapata washangiliaji.
38গ্লোবাল টাইমসের সম্পাদক ওয়াং ওয়েন বিশ্বাস করেন: 归Wang Wen, mhariri wa global times, anaamini:
39সর্বোপরি, প্রশ্ন হচ্ছে কে এবং কি ভাবে চীন সে দেশে অবস্থান করা এক সন্দেহজনক বিদেশীর বিচার করবে এবং যা করা হবে চীনের আইনানুসারে।Baada ya yote, swali la ni nani na kwa jinsi gani kumhukumu nje anayetuhumiwa ndani ya China linapaswa kutazamwa kwa mujibu wa sheria ya China.
40এটা একটি দেশের আদালতের ন্যায়বিচারের বিষয়্।Ni suala la haki za kisheria.
41কেউ কেউ মতামত প্রদান করেছে, এটা বৃটিশ সরকারে কূটনৈতিক ব্যর্থতা, কারণ এটা জানার কোন প্রয়োজন ছিল না এই বিষয়ে চীনা জনগণ কি ভাবে।Baadhi ya maoni yanashikilia kuwa huku ni kushindwa kwa diplomasia kwa serikali ya Uingereza kwa sababu inashindwa kuelewa jinsi Wachina wanavyofikiri.
42মন্তব্যের ক্ষেত্রেও এই বিষয়টি প্রতিধ্বনিত হয়েছে:Maoni haya yanatoa mwangwi katika maoni haya:
43আকমল এবং তার পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল।Nina huruma kwa Akmal na familia yake.
44মৃত্যুদণ্ড অনেক কঠোর শাস্তি, এবং তা অমানবিক, আমি সব সময় এমনটা ভাবি।Adhabu ya kifo ni kali na, haina utu, kama vile ninavyofikiri siku zote.
45কিন্তু যতদিন পর্যন্ত চীন মৃত্যুদণ্ড নামক শাস্তি রদ করছে না, এবং যতদিন পর্যন্ত অন্য অপরাধীদেরও একই ভাবে শাস্তি প্রদান করা হচ্ছে, সেক্ষেত্রে আকমলকেও আলাদা দৃষ্টিতে দেখার কোন কারণ নেই।Lakini kwa kuwa China bado haijakomesha adhabu ya kifo, na kwa kuwa wahalifu wengine wanaadhibiwa katika njia hiyo hiyo, Akmal hapaswi kuwa tofauti.
46বিষয়টিকে আলাদা করে দেখলে তা এদেশের জন্য আরো বেদনা বয়ে আনবে।Vinginevyo, tofauti ikifanywa kwa makusudi itasababisha dhahama nyingine nyingi.
47অতীতে যখন চীন বন্দি বিনিময় করতে চেয়েছে, এমনকি সন্ত্রাসী বিনিময় করার ক্ষেত্রেও পশ্চিমার তা অগ্রাহ্য করেছে, এটি তারা করেছে প্রায়শ: নিজেদের আইনের ধারা উল্লেখ করে।
48এ ক্ষেত্রে সবচেয়ে সরাসরি অজুহাত ছিল এটি বিচার বিভাগের নিজস্ব ক্ষমতার বিষয় ও তারা স্বাধীন।Huko nyuma wakati China ilipojaribu kuwarejesha hata magaidi nchi za magharibi mara nyingi zilikataa kwa kunukuu vipengele vya sheria zao.
49কিন্তু এবার মনে হচ্ছে ব্রিটেন এই নীতি নিজেই ভুলে গেছে এবং তারা আশা করেছিল যে প্রশাসকরা এই ব্যাপারে হস্তক্ষেপ করবে।Kisingizo cha moja kwa moja ni kile cha taratibu na mizani ya madaraka pamoja na uhuru wa vyombo vya sheria.
50যখন ব্রিটেন এই বিচারকে তার অবস্থানের চেয়ে বড় করে দেখার চেষ্টা করে, তার মধ্য দিয়ে তারা চীনের প্রশাসনকে আকমলের নির্ধারিত মৃত্যুদণ্ড বাতিল করতে বাধ্য করার চেষ্টা করে।Lakini wakati huu, Uingereza inaonekana kuwa imesahau kanuni hiyo na kusimika matumaini katika kuingilia ukiritimba. Pale Uingereza ilipojaribu kutengeneza kesi kubwa kuliko ilivyo ili kuilazimisha serikali ya China kulegeza (adhabu ya) kifo kwa Akmal kila kitu kilikuwa kimekamilika.
51এর ফলে এটা খুব সহজেই বের করা যায় যে ১৩০ কোটি লোক আকমলের জীবনকে তাদের জীবনের সাথে তুলনা করছে।Ni rahisi kuona watu bilioni 1.3 wanavyopima maisha ya Akmal dhidi ya maisha yao.
52যদি পশ্চিমা কোন নাগরিকের জীবন মূল্যবান্‌ হয়ে থাকে, তা হলে আমাদের জীবন কি মূল্যহীন?Kama maisha ya mtu wa magharibi yana thamani kubwa, je maisha yetu hayana thamani?