# | ben | swa |
---|
1 | পারমাণবিক কমপ্লেক্স তৈরির পরিকল্পনা ভেস্তে দিল দক্ষিণ চীনের প্রতিবাদ | Maandamano Yasitisha Ujenzi wa Mtambo wa Nyuklia Kusini mwa China |
2 | টানা তিনদিনের চলমান প্রতিবাদের পর মনে হচ্ছে হেশান পৌরসভা সরকার জিয়াংমেন শহরে একটি বিশাল পারমাণবিক জ্বালানী কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা বর্জন করেছে। | Kufuatia siku tatu mfululizo za maandamano, inaonekana serikali ya Manispaa ya Heshan jijini Jiangmen imetupilia mbali mkakati wake wa ujenzi wa mradi mkubwa wa mtambo wa nguvu ya Nuklia. |
3 | কেউ কেউ মনে করেন, এই বিজয় - যা ১৪ জুলাই, ২০১৩ তারিখে একটি লিখিত দলিলে [ম্যান্ডারিন] প্রকাশের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে - তা অস্থায়ী। | Baadhi ya watu wanaamini kuwa ushindi huu ulithibitishwa kwa taarifa ya maandishi [zh] iliyotolewa mapema Julai 14, 2013 - kuwa ni ya dharura tu. |
4 | তাঁরা এটা ভেবে চিন্তিত যে পরিকল্পনাটি হয়তোবা অন্য কোথাও বাস্তবায়ন করা হবে, হয়তোবা দক্ষিণ চীনের ঘনবসতিপূর্ণ পার্ল নদী বদ্বীপের কাছে। | Watu wana wasiwasi kuwa mradi huu unaweza kuibukia sehemu nyingine yoyote, karibu na eneo lililo na idadi kubwa ya watu la Delta ya mto Pearl, Kusini mwa China. |
5 | গত ১২ জুলাই তারিখে উচ্চ-ঝুঁকিসম্পন্ন প্রকল্পটির কারনে ক্রুদ্ধ হয়ে কয়েকশ স্থানীয় অধিবাসী রাস্তায় জড়ো হলে হেশান সরকার বেশকিছু সুবিধা প্রদানের ঘোষণা দেয়। | Serikali ya Heshan iliridhia mambo kadhaa kufuatia mamia ya raia wa jiji la Heshan kuandamana Julai 12, 2013 wakipinga kujengwa kwa mradi huo ambao wanaamini utaweka maisha yao hatarini. |
6 | সর্বপ্রথম সরকার তাদের পরামর্শ মেয়াদ ২০ দিন পর্যন্ত বাড়ানোর জন্য সমঝোতা করার চেষ্টা করে। কিন্তু এই পদক্ষেপ স্থানীয় অধিবাসীদের শান্ত করতে ব্যর্থ হয় এবং ১৩ জুলাই একটি প্রেস কনফারেন্সে তাঁরা ঘোষণা করে, “জনমতের প্রতি শ্রদ্ধা রেখে পরিকল্পনাটি অনুমোদন করা হবে না” [ম্যান্ডারিন] , এমনকি যদিও নগর সরকার ইতোমধ্যে চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশনের (সিএনএনসি) সাথে প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে। | Katika hatua ya awali, serikali ilijaribu kufikia muafaka kwa kukubali kuongeza siku za kutoa maoni ambapo iliongeza hadi kufikia siku 20. Lakini, hatua hii haikuweza kuwaridhisha raia, ambapo, tarehe 13 Julai katika mkutano na vyombo vya habari, serikali ilitangaza kuwa,“kwa kuheshimu maoni ya wananchi, mradi huu hautaidhinishwa” [zh], pamoja na kuwa utawala wa jiji ulikuwa tayari umeshaingia kandarasi ya awali na Shirika la Taifa la Nyuklia la China (CNNC). |
7 | প্রস্তাবিত পারমানবিক প্ল্যান্ট বাতিলের দাবিতে ১২ জুলাই, ২০১৩ তারিখে প্রতিবাদ সমাবেশ। | Waandamanaji walijitokeza kwenye mitaa mbalimbali katika kupinga ujenzi wa mtambo wa Nyuklia mnamo tarehe 12 Julai, 2013. |
8 | ছবিটি ঝু কুনলিং উইবো থেকে নেওয়া। | Picha kutoka Zhu Kunling weibo. |
9 | কিন্তু সরকারের এই দাবিতে কিছু লোক সন্তুষ্ট নয়। | Hata hivyo, baadhi ya watu hawajaridhishwa na madai ya serikali. |
10 | চীনের স্থানীয় সরকার অতীতে এমনিভাবে ক্রুদ্ধ জনগনকে শান্ত করতে কালক্ষেপণ-কৌশল অবলম্বন করেছে। | Kwa uzoefu, serikali za mitaa za China zimerithi mbinu ya kuchelewesha mambo kama namna ya kutuliza hasira za wananchi. |
11 | উদাহরণ স্বরূপ দালিয়ানে কয়েক হাজার লোক ২০১১ সালে “আমার আঙিনায় নয়” প্রচারাভিযান নিয়ে রাস্তায় জড়ো হলে পিএক্স ফ্যাক্টরিটির কাজ নগর সরকার কিছুকাল স্থগিত রাখে। তথাপি কয়েক মাস [ম্যান্ডারিন] পর ফ্যাক্টরিটির স্বাভাবিক কাজকর্ম আবার চালু করা হয়। | Kwa mfano, huko Dailan, serikali ya jiji ilisitisha shughuli katika kiwanda cha PX mara baada ya maelfu ya watu kuandamana mwaka 2011 katika kampeni ya “Not-In-My-Back-Yard”, lakini kiwanda hicho baada ya miezi kadhaa kupita, kiliendelea na shughuli zake kama kawaida [zh]. |
12 | সিনা ওয়েইবোতে “লিটল বি” (@小蜜蜂-V) এবং “লিটল ইয়াফেন”(@Eaffen细细)- এর মন্তব্যঃ | Maoni ya “Little bee” (@小蜜蜂-V) na “Little Eaffen” (@Eaffen细细) kwenye mtandao wa Sina Weibo: |
13 | “লিটল বি”: প্রেস কনফারেন্সটি দেখে বুঝেছি, মুখপাত্রটি “বাতিল” কথাটি উল্লেখ করেননি, শুধুমাত্র বলেছেন, “যেহেতু সমাজের লোকেদের এটির প্রতি কোন সমর্থন নেই, সেহেতু পরিকল্পনাটি অনুমোদন দেয়া এবং তৈরি করা হবে না। | “Little bee”: Katika mkutano na waandishi wa habari, msemaji wa serikali hakutaja “kusitisha”, alichosema ni ‘kwa kuwa hakujafikiwa muafaka kati ya serikali na wananchi, mradi autaidhinishwa wala ujenzi kuanza. |
14 | (আমরা কী) ভুল বুঝেছি ? | Hivi hatukuelewa? |
15 | লিটল ইয়াফেনঃ এটা কি সত্যি ? | Little Eaffen: Ni kweli? |
16 | “অনুমোদন দেবো না” বলতে কি বোঝাচ্ছে ? আমরা শুধু “প্রকল্পটি চিরদিনের জন্য তৈরি বন্ধ” বললে মেনে নেবো!” | Ina maana gani inaposemwa ‘bado haijakubaliwa'? tunachokubaliana nacho ni ‘kutokujenga mtambo huo kabisa'! |
17 | ইন্টারনেটবাসীদের কেউ কেউ বলেছেন, কার্য বিরতি শুধুই একটি “কালক্ষেপণ কৌশল” [ম্যান্ডারিন]: | Baadhi ya watumiaji wa mtandao walisema kuwa kusitishwa kwa ujenzi wa mtambo huo ni‘ mbinu ya kuchelewesha ' [zh]: |
18 | ঝাং ইরফেই ফ্লাইফ্যানঃ এই দুর্ভাগ্য, দেশের কোন অভ্যন্তরীণ শহরের ঘটে তা জানতে উৎসুক। | Zhang Erfei flyfan: Ninajaribu kuwaza ni jiji lipi hilo ambalo halitakuwa na bahati. |
19 | ড্যাম লাইক মোটরসাইকেলঃ সরকার কি ঘোষণা করবে যে হেশান পারমাণবিক প্রক্রিয়াকরন প্ল্যান্টটি বাতিল এবং পেশাদারদের গবেষণা থেকে প্রকল্পটি জিনহুইতে স্থানান্তর করা হবে (আরেকটি গুয়াংদং শহর)? | |
20 | পারমাণবিক প্ল্যান্ট প্রকল্প পরিকল্পনা বাতিল সংক্রান্ত সরকারি দলিলপত্র। রাগ এবং অবিশ্বাস নিয়ে ১৪ জুলাই তৃতীয় দিনের মতো কয়েকশ স্থানীয় লোকজন প্রকল্পটি বাতিলের একটি লিখিত দাপ্তরিক দলিল চেয়ে তাঁদের র্যালী চালিয়ে যাচ্ছে। | Ninawafananisha na pikipiki: Serikali ya Heshan itatangaza kuwa hatua za ujenzi wa mtambo huo zimesitishwa, na kwa kutumia taarifa ya tafiti kutoka kwa wataalamu kuwa mradi huo utahamishwa na kupelekwa Xinhui (ambao ni jiji jingine la Guangdong)? |
21 | শহরটির দু'জন উপ মেয়র তাঁদের সিদ্ধান্ত সম্পর্কে জনগনকে আশ্বস্ত করতে [ভিডিও] প্রতিবাদস্থলে এসেছেন। | |
22 | জনগন এখনও তাঁদের মৌখিক প্রতিশ্রুতিতে আস্থা পাচ্ছে না। তাঁরা মার্চ করে পৌরসভা সরকারের ভবনে যান। | Hati ya serikali kuhusiana na kusitisha mradi wa ujenzi wa mtambo wa Nyuklia[zh]. |
23 | সেখানে পৌরসভা দলীয় কমিটির সভাপতি, প্রকল্পটি বাতিল সংক্রান্ত একটি লিখিত নোটিস তাদেরকে দেখান। তাঁরা আহ্লাদিত হয়ে ওঠে এবং বিজয় দাবি করে। | Hata hivyo, hati hiyo haijaondoa hali ya mashaka iliyokuwepo kwani kandarasi iliyopitishwa kati ya serikali ya Heshan na CNNC inahusisha uwekezaji wa RMB bilioni 37 (dola za kimarekani bilioni 6). |
24 | তথাপি, হেশান সরকার এবং সিএনএনসি - এর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সবগুলো সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে লিখিত দলিলে পরিষ্কারভাবে বলা হয়নি। | |
25 | সিএনএনসি এ পর্যন্ত এটির পরিকল্পনার কোনোরূপ পরিবর্তন সম্পর্কে ঘোষণা দেয়নি। | Hadi sasa, CNNC hakijatangaza mabadiliko yoyote kwenye mikakati yake. |
26 | কেউ কেউ চিন্তিত এই ভেবে যে শেষ পর্যন্ত প্রকল্পটি পার্ল নদী বদ্বীপে স্থাপিত হবে। | Wengine wanahofu kuwa, hatimaye mradi huu utahamishiwa eneo la Delta ya mto Pearl. |
27 | উদাহরণ স্বরূপ “ওশান_জো” বলেছেনঃ | For example, “ocean_Joe” alisema: |
28 | ওশান_জোঃ আমাদের খুব সাবধানতার সাথে চিন্তা করতে হবে। | Ocean_Joe: Tunapaswa kuwaza kwa makini. |
29 | সরকার প্রকল্পটি কেন শুরু করতে যাচ্ছে ? | Kwa nini serikali iliamua kuuleta mradi huu? |
30 | জনগনের সাথে পরামর্শ করার পর কেন সরকার এটি শুরু করলো না ? | Kwa nini haukutambulishwa mara baada ya kupata maoni ya wananchi? |
31 | (সরকার) কেন এমন একটি সিদ্ধান্ত নিতে চায়, যা কেবল মাত্র তের দিনের মধ্যে আমাদের জীবন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনে প্রভাব ফেলবে ? | Kwa nini serikali ilidhamiria kufanya maamuzi yatakayoathiri maisha yetu na ya watoto wetu ndani ya siku 13 tuu? |
32 | বিবাদের মীমাংসা হয়ে গেছে। কিন্তু কে জানে [কবে এবং কোথায়] প্রকল্পটি ভবিষ্যতে আবার শুরু করা হবে ? | Mgogoro sasa umetulizwa, lakini ni nani anayejua ni lini na wapi mradi huu utaanzishwa tena katika siku zijazo? |
33 | অনুগ্রহ করে জিয়াংমেন এবং পার্ল নদী বদ্বীপের জনগনের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না। | Tafadhali msijaribu kupima misimamo ya watu wa Jiangmen nay a wale wa Delta ya mto Pearl. |
34 | আমার বাড়ি বদ্বীপে। | Nyumbani kwangu ni huko kwenye Delta. |