# | ben | swa |
---|
1 | ফেমেন অ্যাকটিভিস্ট নতুন অভিযোগের মুখোমুখি | Tunisia: Mwanaharakati wa FEMEN Akabiliwa na Mashtaka Mapya |
2 | তিউনশিয়ার ফেমেন একটিভিস্ট আমিনা টেইলার এর বিচারকার্য ৫ই জুন আবার শুরু হয়, যাকে রাজধানী তিউনিস শহর থেকে ১৮৪ কিলোমিটার দূরে কাইরোয়ানের একটি গোরস্থানে ফেমেন শব্দটির দেয়ালচিত্র আঁকার জন্য ১৯ মে তারিখে গ্রেপ্তার করা হয়। | Kesi ya Amina Tyler, mwanaharakati wa FEMEN raia wa Tunisia, ambaye alikamatwa Mei 19 baada ya kuchora neno FEMEN kwenye ukuta wa makaburi ya Kairouan, kilomita 184 kutoka mji mkuu wa Tunis, itaendelea Juni 5. |
3 | বিনা অনুমতিতে একটি মরিচ স্প্রে (পেপার স্প্রে) রাখার দায়ে ৩০শে মে তারিখে, আদালত আমিনাকে ৩০০ তিউশিয়ান দিনার (১৫০ ইউরো) জরিমানা করে। | Mnamo Mei 30, mahakama ilimtoza Amina faini ya dinari 300 za Tunisia (150 euro) kwa “kumiliki kifaa hatari kisichoruhusiwa” -kemikali za kupulizia. |
4 | আমিনার উকিল বলেন যে আমিনা এটা আত্মরক্ষার্থে করেছে, কারন ফেসবুক নিজের বক্ষ উন্মোচন করা ছবি পোস্ট করায় গত মার্চে তাকে মৃত্যুর হুমকি দেয়া হয়। | Wanasheria wa Amina walisema kwamba alikuwa na kifaa hicho kwa sababu ya kujilinda, kufuatia vitisho vya kuuawa alivyopata mwezi Machi, baada ya yeye kuwa ameweka picha inayomwonyesha bila nguo kifuani kwenye mtandao wa Facebook. |
5 | যদি সে ৬ মাসের কারাদণ্ডের মত শাস্তি এড়িয়ে যেতে সক্ষম হয়েছে, তবে এখনো সে কারাগারে আটক রয়েছে এবং “গণ নৈতিকতাকে আহত করা”, “কবরস্থান অপবিত্র করা এবং “অপরাধী সংস্থার (ফেমেন) সাথে জড়িত থাকার” মত অভিযুক্ত হয়েছে। | Ingawa alikwepa kifungo cha miezi sita jela kwa mashtaka hayo, Amina bado yuko chini ya ulinzi na sasa anakabiliwa na mashtaka mapya: “kupuuza maadili ya jamii”, “kudharu eneo la makaburi” na “kuwa mwanachama wa shirika la kihalifu” [FEMEN]. |
6 | এই সমস্ত অভিযোগ প্রমাণিত হলে ১৯ বছর বয়সী আমিনার কয়েক বছরের কারাদণ্ড হতে পারে। | Madai haya yanaweza kumfunga jela kwa miaka kadhaa msichana huyu wa miaka 19. |
7 | ৩১শে মে তারিখে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তিউনিশীয় কর্তৃপক্ষের কাছে আমিনাকে ছেড়ে দেয়ার আহ্বান জানায়। | Tarehe 31 Mei, Shirika la Kimataifa la kutetea haki za binadamu la Amnesty International lilitoa wito kwa utawala wa Tunisia kumwachia Amina. |
8 | প্রতিষ্ঠানটি এই সমস্ত অভিযোগসমূহকে “রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং নারী অধিকার কর্মকাণ্ডের কারণে আমিনার লক্ষ্যবস্তুতে পরিণত করা” হিসেবে বর্ণনা করেছে। | Shirika hilo liliyaelezea mashtaka hayo kama “masuala ya kisiasa yanayomlenga [Amina] kwa sababu ya harakati zake za kutetea haki za wanawake”. |
9 | তথাকথিত “গণতন্ত্রমনা-দের” নিশ্চুপ থাকা? | Kimya cha wanaojiita “Wanademokrasia”? |
10 | তিউনিশিয়ার ধর্ম নিরপেক্ষ বিরোধীদের মাঝে আমিনাকে সাহায্য করার অভাব পরিলক্ষিত হচ্ছে। | Kukosekana kwa msaada kwa ajili ya Amina kutoka kwa Chama cha Upinzani kisicho cha kidini nchini Tunisia, kulikosolewa. |
11 | ভবিষ্যতে রক্ষণশীল ভোট হারানোর ভয়ে, দৃশ্যত বামপন্থী রাজনীতিবিদরা নীরব থাকাই পছন্দ করেছে। | Woga wa kupoteza kura za wapiga kura wahafidhina kwa siku za mbeleni, inaonekana kwamba wanasiasa wa mrengo wa kushoto waliona ni bora kubaki kimya. |
12 | বাম রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে নিজেদের “প্রগতিশীল” মূল্যবোধকে ক্ষুণ্ণ করার মত অভিযোগ এটাই প্রথম অভিযোগ নয়। | Hii si mara ya kwanza vyama vya siasa vya mrengo wa kushoto kukabiliwa na madai ya kudumaza tunu zake za kimaendeleo. |
13 | যেমন বলা যায়, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে “ঘাজি বেইজি এবং যাবেয়ুর মেজির” এর ঘটনায় তারা দুর্বল অবস্থান গ্রহণ করেছে। ইসলামের প্রতি আক্রমনাত্মক, এই ধারণা থেকে অনলাইনে লেখা প্রকাশের দায়ে গত বছর তাদের সাড়ে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয়। | Kwa mfano, pia walituhumiwa kwa kuchagua msimamo dhaifu kwenye kesi ya Ghazi Beji na Jabeur Mejir, ambao walipatikana na hatia na kufungwa kwa miaka saba na nusu jela mwaka jana, kwa uchapishaji wa maudhui mtandaoni yaliyoonyesha kukashifu Uislamu. |
14 | “আভয়াজ পিটিশন” আমিনাকে ছেড়ে দেয়ার দাবী জানিয়েছে, তরুণী এই ফেমেন একটিভিস্ট-এর সমর্থক কমিটি বলছে [ফারসী ভাষায়]: | Katika hati ya Avaaz ya kushinikiza kuachiwa kwa Amina, kamati ya msaada kwa mwanaharakati huyo kijana wa FEMEN ilisema [fr]: |
15 | আমিনা আবার জেলখানায় ফিরে এসেছে! | Amina amerudi gerezani! |
16 | একটি দাহ্য ক্ষতিকর উপাদান রাখার দায়ে অভিযুক্ত আমিনাকে ছেড়ে দেয়ার ঘোষণাটি শুনে আমরা সকলে বিভ্রান্ত হই। | Sisi wote tulipumbazwa na tangazo kwamba Amina aliachiliwa kwa mashitaka ya kumimiliki kifaa hatari. |
17 | আমিনা, তিউনিশীয় রাজনীতির কপটতা এবং যারা নিজেদের গণতান্ত্রিক বলে দাবী করে কিন্তু এই চলমান লড়াই-এ পক্ষ নেয়ার সাহস পায়না, তাদের নীরবতার বন্দী। | |
18 | যারা দাবী করে তাদের অবস্থান গণতন্ত্রের প্রতি, তিউনিশীয় লেখক গিলবার্ট নাক্কাচে যথারীতি তাদের এই দাবীর সমালোচনা করেন [ফরাসী ভাষায়]: | Amina ni mfungwa wa unafiki wa kisiasa nchini Tunisia na kimya cha wale wanaojidai kuwa wanademokrasia lakini hawajaribu kuonyesha msimamo katika vita hivi vinavyoendelea. |
19 | গণতন্ত্রকে আমাদের মস্তিস্ক পর্যন্ত পরিচালনা করা সত্যিই কঠিন! | Mwandishi wa Tunisia Gilbert Naccache pia alikosoa [fr] msimamo wa wanademokrasia uliotangazwa: |
20 | যখন আমিনা নিজেকে নিজে তুলে ধরল, যারা দাবী করে যে স্বাধীনতার জন্য শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত, (…) তখন তারা আমিনার বিরুদ্ধে এক অসহনীয় প্ররোচনায় নিন্দা জানাতে শুরু করল। | Ni vigumu sana kwa demokrasia kupata nafasi kwenye akili zetu! Wale waliodai kuwa tayari kupambana mpaka mwisho kwa ajili ya uhuru, (…) wanakemea uchochezi usiovumilika wakati Amina alipojielezea (…) |
21 | আমিনার প্রতি নিন্দা জানানোর জন্য যে পরিভাষা ব্যবহার করা হয়েছে, এমনকি তারা, যারা তার বিরুদ্ধে জনগণের মনোযোগ মৌলিক সমস্যা থেকে সরিয়ে দেওয়া কিংবা তিউনিশিয়াকে আরো বিভক্ত করার মত অভিযোগ করেছে, ঘটনা হচ্ছে তারা আমিনাকে কলঙ্কিত এবং মিথ্যা অপবাদের হাত থেকে বাঁচানো (…) এবং সকল ব্যক্তির নিজের মত করে নিজেকে প্রকাশ করার যে ব্যক্তিগত অধিকার, তার প্রতি সমর্থন প্রদানের মত দায়িত্ব পালন না করার উপায় অনুসন্ধান করছে। | Hila zilizotumika kumhukumu Amina, pia kwa wale ambao walimtuhumu kwa kuhamisha usikivu [wa umma] kutoka kwenye matatizo halisi au kugawa zaidi wa-Tunisia, kwa kweli ni kutafuta njia tu si kubeba wajibu wao ambao ni kumsaidia Amina dhidi ya uzushi na uongo, (…) na kusaidia haki ya kila mtu kujieleza katika njia yake mwenyewe. |
22 | জুনের ৫ তারিখে আরো ৩ জন ফেমেন একটিভিস্ট -এর বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তাদের মধ্যে দুইজন ফরাসী এবং একজন জার্মান। ২৯ মে তারিখে আমিনার সমর্থনে তিউনিসের এক আদালতের সামনে বক্ষ উন্মোচন করায় দায়ে তারা অভিযুক্ত হয়েছে, যে অভিযোগে তাদের প্রত্যেকের ছয়মাসের কারাদণ্ড হতে পারে। | Wanaharakati wengine watatu wa FEMEN, Wafaransa wawili na Mjerumani mmoja pia wanatarajiwa kujibu mashtaka Juni 5. Wanatarajiwa kufungwa kifungo cha miezi sita kwa kufanya maandamano wakiwa na vifua wazi nje ya makao ya mahakama ya Tunis mnamo Mei 29 kumuunga mkono Amina. |