# | ben | swa |
---|
1 | তিউনিসিয়ার একটি র্যাপ গান তরুণদের মুখে মুখে ফিরছে | Wimbo wa Mahadhi ya Kufoka Upendwao na Vijana nchini Tunisia |
2 | গত ১৪ সেপ্টেম্বর ২০১৩-এ তিউনিসিয়ার দুই সংগীতশিল্পী হামাজাউই মেদ আমিন এবং কাফন তাদের নতুন একটি গান রিলিজ করেন। গানের শিরোনাম ‘হাউমানি'। | Manao tarehe 14 Septemba, wasanii wa Tunisia Hamzaoui Med Amine na Kafon walitoa wimbo wao mpya ujulikanao kama ‘Houmani'. hadi sasa ukiwa na watazamaji zaidi ya milioni 3.4 katika mtandao wa Youtube, wimbo huu umekuwa kama wimbo wa Taifa miongoni mwa vijana nchini Tunisia. |
3 | গানটি রিলিজ হওয়ার পর ব্যাপক জনপ্রিয় হয়েছে। ইতোমধ্যে ইউটিউবে ৩. | Kipande cha video kilichogharimu takribani kiasi cha dinari 250 za Tunisia, karibu kiasi cha dola 250 za Marekani, inawachora watu wa daraja la chini kabisa nchini Tunisia na namna wanavyoendesha maisha yao. |
4 | ৪ মিলিয়ন বার দেখা হয়েছে। গানটি তিউনিসিয়ার তরুণদের মুখে মুখে ফিরছে। | Kwa lahaja ya watu wa Tunisia,msemo Houmani unatokana na neno Houma, ambalo lingeweza kutafsiriwa kama ‘mtaa wa wachapakazi'. |
5 | ভিডিও ক্লিপটি বানাতে খরচ হয়েছে ১৫০ ডলার মতো। | Ahd Kadhem kutoka Iraq afafanua maana ya neno Houmani [ar]: |
6 | বাড়ির পাশের গরীব, খেঁটে খাওয়া মানুষদের প্রতিদিনের জীবন কেমন, এই গানের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। তিউনিসিয়ান ভাষায় হাইমানি একটি বিশেষণ পদ। | Houmani lina maana ya mtu anayeishi katika eneo la wachapa kazi. eneo la tabaka la wachapa kazi nchini Tunisia hukulikana kama Houma… Na mziki huu wa kufoka unazungumzia mitaa hii ambayo huishi watu wa tabaka la chini na ambalo ni nadra sana kuongelewa na viongozi wa serikali na hata watu maarufu. |
7 | যার বিশেষ্য হচ্ছে হাউমা। | Zombi akisikiliza Houmani. Kikaragosi kimeandaliwa na ZOOart |
8 | বাংলা করলে এর অর্থ দাঁড়ায় কাজের লোকদের এলাকা। | |
9 | ইরাকের আহদ কাদেম হাউমানি শব্দের একটা ব্যাখ্যা দিয়েছেন: | |
10 | হাউমানি বলতে এমন কাউকে বোঝায় যিনি কাজের লোকদের এলাকায় বাস করেন। | katika wimbo huo, Hamzaoui na Kafon wanaelezea hali halisi ya maisha wanayokabiliana nayo vijana wanaoishi kwenye mitaa inayojulikana kama ya wachapakazi nchini Tunisia. |
11 | তিউনিসিয়ায় কাজের লোকদের এলাকাকে হাউমা বলে… র্যাপ গানে এই দরিদ্র মানুষের কথাই বলা হয়েছে। | |
12 | বড়ো কর্তা এবং জনপ্রিয় ব্যক্তিরা এদের কথা কালেভদ্রে বলেন। | |
13 | ভিনগ্রহের একজন হাউমানি গানটি শুনছেন। | Mashairi katika wimbo huu ni: |
14 | ক্যারিকেচার করেছেন জুআর্ট। | Tunaishi kama takataka kwenye pipa la taka…[Maisha] ni ya kubangaiza hapa |
15 | হামজাউই এবং কাফন তাদের গানে তিউনিসিয়ার কাজের এলাকার তরুণদের জীবন কেমন সেটাই তুলে ধরেছেন। | |
16 | গানের কথায় আছে: | Mwanablogu Mehdi Lamloum anafafanua namna ambavyoHoumani ilivyokwishafanikiwa[fr]: |
17 | আমরা ডাস্টবিনের আবর্জনার মতো জীবনযাপন করি… এখানে আমাদের নিশ্বাস বন্ধ হয়ে আসে। | |
18 | ব্লগার মেহদী লামলুয়াম ব্যাখ্যা করেছেন হাউমানি কীভাবে এতো জনপ্রিয় হয়ে উঠলো: | |
19 | খুব সাধারণ একটা গান হাউমানি। কিন্তু এর শিরোনামটাই অবাক করার মতো। | Houmani, wimbo wa kawaida lakini wenye jina la ajabu na kiapnde cha video ambacho hakikuchukua gharama kubwa kuandaliwa, kimezua mjadala mkubwa katika wiki za hivi karibuni. |
20 | ভিডিও ক্লিপ বানাতেও খুব একটা খরচ হয়নি। তবে এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। | Kwa haraka, wimbo huu umeshajikita katika utamaduni uliozoeleka kiasi cha kuzua majibizano na mijadala kadhaa…. suala la tabaka la wafanyakazi dhidi ya lile la watu matajiri, pamoja na kuwa halijazungumzwa sana katika wimbo huu, ni miongoni mwa mijadala inayoendelea kwa kiasi kikubwa. |
21 | গানটি খুব তাড়াতাড়ি জনপ্রিয় সংস্কৃতিতে মিশে গিয়ে বিতর্ক ও আলোচনার দ্বার খুলে দিয়েছে… বিতর্কের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে ধনী আর গরীব প্রতিবেশী, যেটার কথা গানে কোথাও সরাসরি বলা হয়নি। | |
22 | একটি প্রশ্ন উঠে এসেছে সেখানে: হাউমানি গান কাদের জন্য? | |
23 | ধনী এলাকার বাসিন্দারা কী হাউমানি গানের মাধ্যমে প্রতিদিনের জীবনযাপনে নিজেদের খুঁজে পাবেন? | Kuhusiana na hili, kuna swali liliulizwa: ni nani mwenye haki ya kusikiliza Houmani? watu wa ‘tabaka la matajiri' wana haki ya kujilinganisha na hali halisi ya maisha inayozungumzwa kwenye Houmani? Anaongeza: |
24 | তিনি আরো লিখেছেন: যারা সংগীতের দিক থেকে গানটির সমালোচনা করছেন, তারা সম্পূর্ণ ঠিক বলছেন। | Wale wanaoukosoa wimbo huu kwa mtazamo wa kimuziki wapo sahihi kabisa. lakini wanatakiwa kupata tafsiri sahihi ya wimbo huu: wimbo huu umefanikiwa kuwakilisha angalao hisia za watu wa Tunisia, bila kujali kama wanatokea mitaa ya watu masikini au wanaishi maisha yanayozungumzwa katika wimbo huu au vinginevyo… |
25 | তবে তাদের গানের পিছনের প্রেক্ষাপটের দিকেও তাকাতে হবে: তিউনিসিয়ার জনগণ, তারা দরিদ্র কিংবা অন্য যে এলাকা থেকেই আসুন না কেন, গানে গানে তাদের প্রতিদিনের যাপিত জীবনের অনুভব তুলে আনতে পারার কারণেই গানটি সফল হয়েছে…. | |