Sentence alignment for gv-ben-20120914-30937.xml (html) - gv-swa-20120916-3928.xml (html)

#benswa
1প্যালেস্টাইন: ঊর্ধ্বমূল্য ও বেকারত্বের বিরুদ্ধে তীব্র প্রতিবাদPalestina: Maandamano Yalipuka Kupinga Ongezeko la Bei za Bidhaa na Ukosefu wa Ajira
2প্যালেস্টাইন ভূখণ্ডে প্রতিবাদ গড়ে উঠছে, বিশেষ করে এর পশ্চিম তীরে অবস্থিত হেবরন, রামাল্লাহ, বেথেলহেম এবং নাবলুস এর মতো বড় শহরগুলোতে।Maandamano yanazidi kushamiri katika nchi ya Palestina hususani katika majiji ya Ukanda wa Magharibi ambayo ni: Hebron, Ramallah, Bethlehem na Nablus.
3বিক্ষোভকারীরা জীবনধারণের ঊর্ধ্বমূল্য ও প্যালেস্টাইন তরুণদের মধ্যে বেকারত্বের হার বৃদ্ধি নিয়ে প্যালেস্টাইন কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।Waandamanaji wanaonesha hasira yao kwa mamlaka ya Palestina wakilalamikia gharama kubwa za maisha pamoja na ongezeko kubwa la vijana wa Palestina wasio na ajira.
4ফিলিস্তিনী কর্তৃপক্ষ ঘোষনা করেছিলো যে পশ্চিম তীরে জ্বালানী ও পেট্রলের দাম সেপ্টেম্বরের শুরু থেকে শতকরা ৮ ভাগ বৃদ্ধি পাবে। এ ঘোষনার পরই আন্দোলন শুরু হল।Maandamano yalianza mara baada ya mamlaka ya Palestina kutangaza kuongeza bei za mafuta na petroli kwa takribani asilimia 8 katika ukanda wa Magharibi, bei zitakazaoanza kutumika mwazoni mwa mwezi Septemba.
5অতঃপর সবকিছুর দাম দ্রুত বেড়ে গিয়েছিল, যদিও ফিলিস্তিনিদের বেতন ও মজুরি তেমন বাড়েনি।Kwa hiyo, ongezeko hili lilisababisha kuongezeka kwa bei za bidhaa, bila ya kuongezeka kwa mishahara wala ujira katika nchi ya Palestina.
6আবান ইদ্রীস হেবরনে একটি আন্দোলন দেখেছেন এবং টুইটারে লিখেছেন যে [আরবী]:Aban Idrees alishuhudia maandamano jijini Hebron na alitwiti[ar]:
7জীবনধারণের উচ্চমূল্যের বিরুদ্ধে ফায়্যাদ সরকারের পদত্যাগ দাবি করে আন্দোলনের পর হেবরনের ট্রাফিক ব্যবস্থা অচল হয়ে পড়ে।Jijini Hebron, magari yamezuiwa kuendelea na safari kabisa baada ya maandamano ya kupinga mfumuko wa bei za bidhaa wakishinikiza serekali ya Fayyad kujiuzulu.
8রাস্তায় গাড়িগুলো একেবারেই নড়ছিল না।Ni magari machache sana yanaonekana kupita katika mitaa
9ব্লগার ওলা আল তামিমি ও হেবরন থেকে টুইটারে লিখেছিলেন [আরবী]:Mwanablogu Ola Al Tamimi pia alitwiti kutokea Hebron [ar]:
10হেবরনের সবচেয়ে বড় সড়ক আইন সারাহ এখন ট্রাক ও মানুষে বোঝায়।Ain Sarah, mtaa mkubwa wa Hebron, kwa sasa umejaa magari na watu.
11কিছু বিক্ষোভকারী জাতীয় নিরাপত্তা সদরদপ্তরগুলো ও পৌরসভা ভবনের দিকে যেতে শুরু করেছে।Maandamano mengine yanaanza kuelekea makao makuu ya usalama wa taifa pamoja na jengo la baraza la mji (Manispaa)
12ওলা বলেছেন [আরবী]:Ola aliongeza[ar]:
13হেবরন শহরে এই প্রথম একটি আন্দোলন হলো যেখানে কেউ নিরাপত্তা বাহিনীর হাতে মার খায়নি।Hii ni mara ya kwanza kwa maandamano kutokea Hebron bila ya mtu yeyote kushambuliwa na askari wa kuzuia ghasia.
14আন্দোলনে সক্রিয় একজন প্যালেস্টাইন শিল্পী হাফেয ওমর টুইটারে লিখেছিলেন [আরবী]:Hafez Omar, Mpalestina mwanaharakati na msanii alitwiti[ar]:
15১৯৩৬ এর পর এই প্রথম ফিলিস্তিনিরা জীবনধারণের ব্যয় নিয়ে আন্দোলনে নামলেন!Hii ni mara ya kwanza tokea mwaka 1936 tangu Wapalestina walipoandamana kwa ajili ya kulalamikia kupanda kwa gharama za maisha.
16যারা চায় যে আমরা ভুলে যাই যে আমরা প্যালেস্টাইন ও এক টুকরো রুটির জন্য আন্দোলনের কথা, তাদের ধিক…।Ni aibu kwa yeyote anayetutaka tuisahau Palestina na tukimbilie kupigania mkate….
17প্যালেস্টাইন প্রতিবাদকারীরাও টুইটারে মজার মজার স্লোগানের বন্যা বইয়ে দিয়েছেন।Mtandao wa Twita pia ulifurika misemo mingi ya utani iliyowekwa na waandamanaji wa Palestina.
18রানা বাকের টুইট করেছেন [আরবী]:Rana Baker alitwiti [ar]:
19আজ ফিলিস্তিনে ফায়্যাদ সরকার এবং ঊর্ধ্বমূল্যের বিরুদ্ধে অন্যতম একটি ব্যানার ছিল এই যেঃ “আজকাল যখন বাজারে যাই,আমি শুধু পছন্দ করি এবং বাড়িতে চলে আসি!”Miongoni mwa mabango bora yaliyokuwa yameinuliwa leo na wa-Palestina linaloipinga serikali ya Fayyad na ongezeko la gharama lilisomeka: “Siku hizi ninapoenda sokoni, ninabofya tu kitufe cha ‘kupenda' na kisha ninarudi zangu nyumbani!”
20আরেকটি ব্যানারের ছবি তুলেছেন লামেস সুরাদিঃBango jingine lilinaswa na mpiga picha Lamees Suradi:
21@লামেস৭: নাবলুস থেকে সবচেয়ে সুন্দর মন্তব্যটি,”যদি আপনারা গরীবদের পাশে না দাঁড়ান, তবে আপনারা বন্দীদের পাশেও নেই; অনুগ্রহ করে আমাদের জবাব দিন যে, কেন আপনারা ক্ষমতায় আছেন!”@lames7: Maoni mazuri zaidi kutoka kwa Nablus: “kama huwezi kuwatetea masikini, basi haupo kuwatetea wafungwa vile vile; tafadhali tuambie ni kwa nini bado uko madarakani!”
22টুইটার ব্যবহারকারী আইপ্যালেস্টাইন আত্ম-বলিদানের চেষ্টা করতে যাওয়া হুসেইন কাহ্বাজি নামের একজন লোকের সম্পর্কে লিখেছেন [আরবী]:Mtumiaji wa Twita, iPalestine alitwiti kuhusiana na jaribio la kutaka kujitoa mhanga kwa mtu aliyejulikana kwa jina la Hussein Qahwaji [ar]:
23এক নাগরিক তার পাঁচ বছর বয়সী মেয়ের কারণে নিজের গায়ে গ্যাসোলিন ঢেলে দেন এবং গায়ে আগুন ধরানোর চেষ্টা করেন, কিন্তু অন্য লোকেরা এসে জোরপূর্বক তাকে থামায়।Mkazi mmoja wa ukanda wa Gaza, Hussein Qahwaji, alijimwagia mafuta ya taa mwili mzima kwa lengo la kujichoma lakini watu wengine walimzuia kwa nguvu ili asifanye hivyo.
24কিছু রিপোর্ট বলে যে কাহ্বাজির মেয়েটি ক্যান্সারে ভুগছিলো এবং প্রকৃতপক্ষে তার চিকিৎসা চলছিলো জর্ডানে এবং মেয়ের কাছে যাওয়ার মতো অর্থ তার কাছে ছিল না।Baadhi ya taarifa zinasema kuwa mtoto wa kike wa Qahwaji anasumbuliwa na saratani na anapata matibabu huko Jordani na kwamba Qahwaji hakuweza kumtembelea na ailiamua kujiunguza kwa moto ili kuishinikiza mamlaka ya Palestina imsaidie fedha ili akamjulie hali mtoto wake.
25একজন প্যালেস্টাইন প্রতিবাদ জানাতে নিজের জীবন উৎসর্গ করছে এধরণের ঘটনা এটাই প্রথম নয়।Haikuwa mara ya kwanza kwa M-palestina kutumia njia ya kujitoa mhanga kwa kujichoma kama njia ya kuonesha kutoridhishwa na jambo.
26সতেরো বছর বয়সী এহাব আবু আল-নাদা নিজের গাঁয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর ২ রা সেপ্টেম্বর গাজায় মারা যায়। হয়তো সে তিউনিসিয়ার মোহাম্মেদ বউয়াযিযি এর অনুকরণে তা করেছিলো।Septemba 2, huko Gaza, mtu mwenye umri wa miaka 17, Ehab Abu al-Nada alikufa baada ya kujiunguza kwa moto, labda akifuata nyayo za m-Tunisia Mohamed Bouazizi.
27এহাব আবু আল-নাদাকে স্কুল ছাড়তে হয়েছিল এবং পরিবারের খরচ বহনে তার বাবাকে সাহায্য করতে তাকে দৈনিক তের ঘণ্টা কাজ করতে হত মাত্র ত্রিশ শেকেলের (প্রায় ৭. ৪ মার্কিন ডলার) জন্য।Ehab Abu al-Nada aliacha kuendelea na masomo na badala yake alikuwa akifanya kazi kwa takribani masaa 13 kila siku ili kujipatia ujira wa shekel 13 tu (karibu sawa na dola za kimarekani 7.4) ili aweze kumsaidia baba yake kuihudumia familia yao.
28এই ঘটনাটি ব্যাপক আলোড়ন তুলেছিলো, বিশেষ করে এহাবের বাবার সাথে হামাস নেতা ইসমাইল হানিয়েহ এর একটি ছবি প্রকাশিত হওয়ার পর; এহাবের মৃত্যুর পর ২,০০০ মার্কিন ডলারের “জরুরী সাহায্য” দেওয়ার জন্য হানিয়েহ তার বাবার সাথে দেখা করতে যান।Jambo hili liliwagusa wengi, haswa mara baada ya picha ya kiongozi wa Hamas Ismail Haniyeh akiwa na baba yake Ihab, kuwekwa mtandaoni; Hanyeh alimtembelea ili ‘kumpatia msaada wa dharura' wa dola za Marekani 2,000 kufuatia kifo cha Ehab.
29অনেকে ধারণা করছেন যে এই নতুন আন্দোলনটি যদি এভাবে চলতে থাকে তবে তা অন্যান্য ছোট ও বড় শহরগুলোতেও ছড়িয়ে পড়তে পারে।Wengi wanafikiri kama harakati hizi zitaendelea, na kama zitaweza kuenezwa katika miji na majiji mengine.
30জন লিনডন প্রশ্ন করেছেনঃJohn Loyndon aliuliza:
31@জনলিনডন১: গাজায় আত্ম-বলিদান; হেবরনে ফায়্যাদ এর কুশপুত্তলিকা দাহ করা হছে; পূর্ব তীরের বড় শহরগুলোতে আন্দোলন।@johnlyndon1: Kujitoa mhanga kwa kujiunguza kwa moto katika mji wa Gaza; kujichoma kwa moto kwa Fayyad huko Hebron; maandamano katika majiji muhimu huko ukanda wa Magharibi.
32বসন্ত কি #ফিলিস্তিনে দেরিতে আসছে?Je, maandamano ya kuipinga serikali yanakuja Palestina kwa kuchelewa?