# | ben | swa |
---|
1 | ছবিঃ “লোভ এবং বিশেষ সুবিধা বিলের” বিরুদ্ধে ম্যাকাউয়ে ২০,০০০ লোকের প্রতিবাদ | PICHA: Watu 20,000 Waandaman huko Macau China Kupinga “Muswada wa Ulafi” |
2 | লোভী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে র্যালিতে অংশ নিতে টাপ সিক স্কয়ারে হাজার হাজার প্রতিবাদকারী জড়ো হয়েছেন। | Maelfu ya waandamanaji wanaopinga muswada uliopachikwa jina la Ulafi wakiwa wamekusanyika kwenye viwanja vya Tap Seac kabla ya mkutano kuanza. |
3 | ছবিটি অল আবাউট ম্যাকাউ এর ফেসবুক পাতা থেকে সংগৃহীত। | Picha kutoka ukurasa wa Facebook wa All About Macau. Kwa matumizi yasiyo ya kibiashara. |
4 | ২০ হাজারেরও বেশি সংখ্যক মাকাউবাসী গত ২৫ মে, ২০১৪ তারিখ রবিবার একটি বিলের বিরুদ্ধে র্যালী করেছেন। বিলটিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের অবসরে যাওয়ার পরে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়। | Zaidi ya wakazi 20,000 wa eneo la Macau nchini China waliandamana siku ya Jumapili, Mei 25, 2014, kupinga muswada utakaowalipa fidia maafisa waandamizi baada ya kuondoka madarakani na kumkinga mkuu wa serikali na makosa yoyote ya kijinai wakati au baada ya muhula wake wa uongozi. |
5 | অপরাধ দায়বদ্ধতা থেকে সরকার প্রধানকে দায়িত্ব পালনকালীন অব্যাহতি দেয়ার সুপারিশও বিলটিতে করা হয়েছে। | |
6 | চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হচ্ছে ম্যাকাউ। এখানে প্রায় ৫,০০,০০০ লোকের বসবাস। | Macau, ambalo ni jimbo maalum la kiutawala la China, lina idadi ya watu wanaofikia 500,000. |
7 | প্রতিবাদ কর্মসূচীতে মোট জনসংখ্যার শতকরা প্রায় ৪ শতাংশ লোক অংশ নেয়। ১৯৯৯ সালে সাবেক পর্তুগিজ উপনিবেশ অঞ্চলটির কর্তৃত্ব চীনের কাছে হস্তান্তর করার সময় থেকে এ পর্যন্ত এত বড় বিক্ষোভ আর হয়নি। | Waandamanaji walikuwa ni asilimia nne ya idadi yote ya watu, na hivyo kuwa maandamano makubwa zaidi tangu koloni hilo la zamani la Ureno halijakabidhiwa kwenye mamlaka ya China mwaka 1999. |
8 | এই বিক্ষোভের জনরোষ দেখে অনেকেই বেশ অবাক হয়েছেন। জুয়া ও অন্যান্য বিনোদনমূলক ক্রিয়াকলাপের জন্য বিখ্যাত এই শহরে জনগণের চেয়ে বরং বিরোধীদলকেই বেশি দূর্বল মনে হয়েছে। | Hasira ya watu hao iliwashangaza wengi, hasa ikizingatiwa kuwa vyama vya upinzani vinaonekana kuwa bado dhaifu kwenye mji huo na pia kwa vile vyombo vingi vya habari vinaonekana kushambikia serikali kwa kuwa vinapokea ruzuku ya serikali. |
9 | মূল ধারার প্রধান প্রধান প্রচার মাধ্যম চ্যানেলগুলো সরকার পক্ষের মুখপাত্র হিসেবে কাজ করছে। আর সরকারও তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে। | Muswada huo, unaotarajiwa kupitishwa siku ya Jumanne, Mei 27, 2014, ulitungwa na Waziri wa Macau wa Utawala na Sheria mwezi mmoja uliopita na ulipendekezwa bila ridhaa ya umma. |
10 | এক মাস আগে বিলটির খসড়া তৈরি করেছে প্রশাসনিক এবং বিচার বিভাগীয় সচিবালয়। | |
11 | কিন্তু জনপ্রতিনিধিদের পরামর্শ না নিয়েই বিলটি সংসদে উত্থাপন করা হয়। আশা করা হচ্ছে, ২৭ মে, ২০১৪ তারিখে বিলটি পাস করা হবে। | Muswada huo utamhakikishia mkuu wa serikali kinga ya kushitakiwa kwa makosa ya kijinai akiwa madarakani. |
12 | বিলটিতে প্রধান কার্যনির্বাহী কর্মকর্তাকে সরকার প্রধান হিসেবে স্বীকৃতি দেয়া হবে। কারণ, দপ্তরে থাকা অবস্থায় সরকার প্রধানকে যেকোন ধরনের অপরাধ অভিশংসন থেকে অব্যাহতি দেওয়া হবে। | Vile vile muswada huo utahakikisha kuwa mkuu wa serikali anayeondoka madarakani, sambamba na maafisa wakuu walio chini yake, wataendelea kupata mishahara yao ya kila mwezi yanayofikia asilimia 70 ya mishahara yao ya sasa. |
13 | এতে করে বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁর প্রধান দাপ্তরিক পদবীর সাথে সাথে তাঁর মাসিক বেতনের শতকরা ৭০ শতাংশ মাসিক ভাতা হিসেবে পাবেন। | |
14 | সচিব দাবি করেছেন, অভিজাত ব্যবসায়ীদের সরকারের কাজে অংশগ্রহণ করতে আকৃষ্ট করার জন্য বিলটি পাস করা হবে। | Waziri huyo anadai kuwa muswada huo una lengo la kuwavutia wafanya biashara kujiunga na siasa. |
15 | ২০১৪ সালের শেষে নতুন প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন শেষে প্রধান প্রধান কর্মকর্তারাও তাদের পদ ছেড়ে দিবেন। | Uchaguzi wa mkuu wa serikali utafanyika mwishoni mwa mwaka 2014, na baada ya hapo maafisa wakuu wa serikali nao wataondoka madarakani. |
16 | অনেকেই মনে করেন, বিদায়ী প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ফার্নান্দো চুই সাই এবং শীর্ষ কর্মকর্তাদের জন্য যথোপযুক্ত করে বিলটি তৈরি করা হয়েছে। | Wengi wanaamini kuwa muswada huo umesukwa kwa ajili ya kumnufaisha Mkuu wa Serikali Fernando Chui Sai-on na vigogo wa serikali kwa sababu ndio watakaokuwa wanufaika wa maslahi hayo. |
17 | কেননা বিলটি পাস হলে তারাই তাৎক্ষনিকভাবে বিশেষ নতুন সুবিধাগুলো পাবেন। | Ingawa muswada huo umejaa utata mwingi, bado serikali imekuwa ikishinikiza baraza la kutunga sheria kuupitisha. |
18 | বিলটি ভীষণভাবে বিতর্কিত হওয়া সত্ত্বেও প্রশাসন বিলটি পাস করতে আইন পরিষদ কাউন্সিলের উপর চাপ প্রয়োগ করছে। | Wengi wa watunga sheria ama wamechaguliwa na makundi yao au wameteuliwa na mkuu wa serikali. |
19 | সংখ্যাগরিষ্ঠ আইনপ্রনেতা হয় প্রায়োগিক গ্রুপগুলোর মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত হয়েছেন অথবা প্রধান কার্যনির্বাহী কর্মকর্তার দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। | Kuishinikiza serikali kuutupilia mbali muswada huo, kikundi cha raia wanaoguswa na hali hiyo wanaoitwa “Macau Conscience” [Dhamira ya Macau] waliandaa maandamano kupinga “Muswada wa Ulafi na Upendeleo.” |
20 | “মাকাউ বিবেক” নামে সচেতন নাগরিকদের একটি গ্রুপ বিলটি প্রত্যাহার করতে সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য “লোভ এবং বিশেষ সুবিধা প্রদান বিলের” বিরুদ্ধে একটি র্যালির আয়োজন করেছে। | |
21 | স্বাধীন প্রচার মাধ্যম অল এবাউট মাকাউ তাদের ফেসবুক গ্রুপে একজন প্রতিবাদকারীকে জিজ্ঞাসা করেছে, কেন তিনি র্যালিতে অংশ নিয়েছেনঃ | Chombo huru cha habari cha All About Macau kilimwomba mmoja wa waandamanaji kwenye kundi la Facebook kwa nini alijiunga na maandamano hayo: |
22 | জনাব লাম বিশ্বাস করেন যে প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা যিনি অবসরের পরেও ক্ষতিপূরণ নিচ্ছেন, তিনি আসলে “মাকাউ নাগরিকদের সম্পদ হরণ” করছেন এবং নিজেকে জনগণের একজন শত্রু হিসেবে চিহ্নিত করছেন। | Mama Lam anaamini kuwa mkuu wa Serikali atakayefurahia maslahi hayo manono atakuwa “anawaibia raia wa Macau” na atakuwa anajigeuza kuwa adui wa watu. Watu wengi walionyesha hasira yao kupitia mabango wakati wakiandamana. |
23 | প্রতিবাদ জানানোর সময়ে অনেকেই ব্যানার এবং প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। | Mwandamanaji akiwa amebeba bango linaloonyesha kichwa cha mkuu wa serikali kikiwa kwenye noti bandia. |
24 | ম্যাকাউ এর চিফ এগজিকিউটিভ এর ছবি সম্বলিত একটি জাল টাকার নোটের প্লেকার্ড ধরে আছেন এক জন বিক্ষোভকারী। | Maneno yanasomeka: “Mshahara wa mwezi zaidi ya pataca 200,000 [yapata dola za marekani 25,000] zinahitajika kwa ajili ya kumfidia anapoondoka? |
25 | প্ল্যাকার্ডটিতে যে স্লোগান লিখা আছে, তা হলোঃ বিদায়ী ক্ষতিপূরণ হিসেবে মাসিক ২,০০,০০০ পাতাকারও বেশি ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে? | Maafisa hawa wasio na nguvu yoyote wamerukwa na akili!” Picha kutoka kwenye ukurasa wa Facebook wa All About Macau |
26 | পুরুষত্বহীন কর্মকর্তারা তাঁদের মনোযোগ হাড়িয়ে ফেলেছে। | Vijana wakipinga “Muswada wa Ulafi.” |
27 | ছবিটি অল অ্যাবাউট ম্যাকাউ এর ফেসবুক পাতা থেকে সংগৃহীত। | Picha kutoka kwenye ukurasa wa Facebook All Macau. |
28 | যুবক ছেলেমেয়েরা বলছে, লোভ বিল নয়। | Kwa matumizi yasiyo ya kibiashara. |
29 | ছবিটি অল অ্যাবাউট ম্যাকাউ ফেসবুক পাতা থেকে সংগৃহীত। | Waandamanaji wakiwa wamebandika uso wa Waziri wa Utawala na SheriaFlorinda Chan Lai-man kwenye sanamu ya nguruwe. |
30 | প্রতিবাদিরা প্রশাসনের সচিব ও বিচারপতি ফ্লোরিন্ডা চ্যান লাই ম্যান এর মুখাকৃতি একটি শুকর আকৃতির প্ল্যাকার্ডে ঝুলিয়ে রেখেছে। | Chan ndiye aliyetunga muswada huo. Picha kutoka kwenye ukurasa wa Facebook wa All About Macau. |
31 | বিলটি গঠন করেছেন চ্যান। | Kwa matumizi yasiyo ya kibiashara. |
32 | বিলের বিরুদ্ধে অনুষ্ঠিত র্যালির সময়টিতে একজন যুবককে তথাকথিত পিকে অবস্থায় শোয়া অথবা প্লাঙ্কিং অবস্থায় দেখা গেছে। | Kijana akiigiza mkao unaojulikana kama PK, kupinga muswada huo wakati wa mkutano. |
33 | অর্থহীনতা অবস্থা বোঝাতে এই অঙ্গভঙ্গি বোঝান হয়। | Mkao huo unakusudiwa kumaanisha ujinga na unatumiwa na vijana Asia ya mashariki. |
34 | পূর্ব এশিয়ার ছেলেমেয়েদের মাঝে এর ব্যাপক প্রচলন রয়েছে। | Picha imewekwa kwenye mtandao wa Facebook na mtumiaji aitwaye Ar B Cheong. |
35 | ফেসবুক ব্যবহারকারী এআর বি চেং ছবিটি পোস্ট করেছেন। | Kwa matumizi yasiyo ya kibiashara. |
36 | র্যালি শেষ হওয়ার খুব স্বল্প সময় পরেই সরকার পক্ষের কয়েকজন আইন প্রণেতা এবং কার্যনির্বাহী কাউন্সিলর সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা আইন পরিষদ কাউন্সিলের চেয়ারম্যানের কাছে বিলটি পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করার আবেদন করবেন। | Baada ya mkutano, baadhi ya watunga sheria na madiwani wanaounga mkono serikali waliviambia vyombo vya habri kuwa watashauri utawala wa Baraza la Wawakilishi kuunda kamati ya kuupitia upya muswada huo. Kwa wakati huo huo, waandaaji wa maandamano hayo ya “Macau Conscience” walisema wataendelea kuchukua hatua zaidi kama muswada huo utapitishwa na baraza la kutunga sheria siku ya Jumanne. |