Sentence alignment for gv-ben-20091221-8027.xml (html) - gv-swa-20091208-803.xml (html)

#benswa
1ইন্দোনেশিয়া: ন্যায়বিচারের জন্যে পয়সা সংগ্রহIndonesia: Sarafu za Kudai Haki
2গত ৬ই ডিসেম্বর, ইন্দোনেশীয়ার গৃহবধু প্রিতা মুলিয়াসারীকে রাজধানী জাকার্তার পাশের জেলা ট্যান্গেরাঙ এর এক আদালত অভিযুক্ত করে একটি হাসপাতালের খারাপ সেবা নিয়ে একটি ইমেইল লেখার জন্য।Mapema leo, Prita Mulyasari, mama wa nyumbani aliyeshtakiwa kwa kuandika barua pepe ya kulalamikia huduma mbaya iliyotolewa na hospitali, alipatikana na hatia ya kuchafua jina la hospitali hiyo ya binafsi na Mahakama Kuu ya Tangerang.
3কোর্ট তাকে বিশ কোটি ইন্দোনেশিয়ান রুপিয়া (২১,৬৮০ মার্কিন ডলার বা প্রায় ১৫ লাখ টাকা) জরিমানা করে যা অমনি ইন্টারন্যাশনাল আলম সুতেরা হাসপাতালের মাণহানির ক্ষতিপূরণ হিসেবে প্রদেয় হবে।Mahakama hiyo ilimwamuru kulipa faini ya Rupia milioni 204 (sawasawa na dola za Marekani 21,680) kwa hospitali hiyo inayojulikana kwa jina la OMNI International Alam Sutera.
4জাকার্তার একজন ফ্যাক্টরী শ্রমিকের বেতন মাসে ১০৬ মার্কিন ডলার (প্রায় ৭,৪০০ টাকা)।Mshahara wa mfanyakazi wa kiwandani katika jiji la Jakarta ni kiasi cha dola za Marekani 106 kwa mwezi.
5ইন্দোনেশিয়ার ইন্টারনেট ব্যবহারকারীরা আদালতের এই সিদ্ধান্তের প্রতিবাদে নেমে পড়েছেন প্রিতার জন্যে এই জরিমানা পয়সার আকারে সংগ্রহের জন্যে। স্থানীয় সংবাদপত্র কমপাস কে একজন সামাজিক কর্মী বলেছেন যে তারা এর মাধ্যমে হাসপাতালটিকে একটি শিক্ষা দিতে চান।Watumiaji wa mtandao nchini Indonesia wanafanya harakati kukusanya kiasi hicho katika muundo wa sarafu kwa sababu wamekasirishwa sana na uamuzi wa mahakama na wanatumaini kwamba sarafu zitaielemea hospitali hiyo, alieleza mwanaharakati mmoja kupitia gazeti moja linalochapishwa nchini humo linalojulikana kama Kompas.
6“ন্যায়বিচার পাওয়া যায় নি বলে, আমারা পয়সা সংগ্রহ করছি,” এটিই হচ্ছে “কয়েন কিদিলিন” (ন্যায় বিচারের জন্যে পয়সা সংগ্রহ) আন্দোলনের প্রধান বক্তব্য।“Pale haki inapokiukwa, tunakusanya sarafu”, anasema kauli mbiu ya Koin Keadilan, Sarafu kwa ajili ya Haki, ambayo ni tovuti mpya iliyojikita katika kukusanya sarafu hizo ili kulipa faini aliyotozwa Prita. Picha iliyoko kwenye www.koinkeadilan.com
7তারা একটি ওয়েবসাইট চালু করেছে পয়সার দান গ্রহণের মাধ্যমে প্রিতার জরিমানার টাকা সংগ্রহ করার জন্যে।
8www.koinkeadilan.com ওয়েবসাইটের সৌজন্যেTangazo la mtandaoni lililowekwa kwenye tovuti linasema:
9এই সাইটে একটি ঘোষণা আছে:Tunaweza kutofautiana kuhusu njia.
10কিভাবে (পয়সা) সংগ্রহ করা হবে সে নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে।Kama ni lazima kutoa michango hiyo katika muundo wa sarafu au hapana. Lakini tunakubaliana jambo moja: haki inakandamizwa.
11শুধু পয়সা দিয়েই সাহায্য করা যেতে পারে কিনা সে বিষয় নিয়েও বিতর্ক আছে।Tuna hisia moja, kwamba madaraka na kiburi ambavyo vinataka kufutilia mbali uhuru wa kujieleza kwa kuugeuza kuwa jinai, havina budi kupigwa vita.
12কিন্তু সবাই এক বিষয়ে একমত: ন্যায়বিচার পাওয়া যায় নি।Kelele hizo za kupinga na twiti za mshikamano zinatumwa kupitia #freeprita na #helpprita.
13আমরা সবাই বুঝি যে মানুষের বাক স্বাধীনতা রোধ করতে স্বার্থান্বেষী শক্তি তৎপর এবং তার জন্যেই এই শাস্তির প্রয়াস।Kuna tamasha linalopangwa kufanyika katika mgahawa wa Hard Rock katika jiji la Jakarta. Taarifa zaidi zitafuata baadaye kidogo.
14এর বিরুদ্ধে লড়াই করা দরকার।Tamasha la Hisani la Kukusanya Sarafu.
15টুইটারে প্রতিবাদ এবং এই আন্দোলনের সমর্থনে বার্তা গুলো #freeprita এবং #helpprita হ্যাশট্যাগ ব্যবহার করে প্রকাশিত হচ্ছে।
16জাকার্তার হার্ড রক কাফেতে পয়সা সংগ্রহের একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে।Treespotter: Wapendwa Wote, tafadhali tumbukiza sarafu kwa ajili ya Prita - tumbukiza sarafu kwa ajili ya hekima ya kiwango cha kawaida.
17বিস্তারিত পরে জানানো হবে।Unaweza kutumbukiza sarafu nyingi vilevile.
18ট্রিস্পটার: অনুগ্রহ করে সবাই প্রিতার জন্যে আপনার পকেটের পয়সাগুলো দান করুন। একটি দুটি পয়সা - বা অনেকগুলো - বিচারবুদ্ধি ফিরিয়ে আনার জন্যে।Anahitaji kiasi cha tani 2.5 cha sarafu hizo. http://koinkeadilan.com/ el15abeth: Vyombo vya habari vya kiraia havina ukomo … tunajua kwamba Prita hana hatia.
19তার দরকার ২. ৫ টন পয়সা http://koinkeadilan.com/।Hukumu hiyo itazidi kutoa sura mbaya ya hospitali hiyo.
20এলিজাবেথ: সামাজিক মিডিয়া মরে যায় নি।
21আমরা জানি প্রিতা নিরপরাধ।#freeprita
22এই রায় অমনি হাসপাতালকে শুধুই অখ্যাতি এনে দেবে। #freeprita হচ্ছে অনলাইনে জনগণের সংসদ যা রাস্তার সংসদের থেকেও বিপদজনক হতে পারে।#freeprita ni kielelezo cha bunge la watu la mtandaoni ambalo linaweza kuwa la “hatari” zaidi kuliko bunge la mtaani, kamwe usiwapuuzie wale walio mtandaoni.
23আমরা যারা অনলাইনে আছি তাদের অবজ্ঞা করবে না। আইন বিশেষজ্ঞরা বলছেন যে নতুন সাইবার আইন অনুযায়ী প্রিতার বিচার সুষ্ঠু হয় নি কারণ এই আইন কার্যকর হবার কথা আগামী বছরের এপ্রিল মাসে।Wataalamu wa sheria walisema kwamba hukumu dhidi ya Prita chini ya Sheria ya Mambo ya Mtandaoni (Cyber Law) haikuwa ya haki kwa sababu bado sheria hiyo haitaanza kufanya kazi kabla ya mwezi April mwaka 2010.
24ব্লগার আদিত্য মাইক্রোব্লগিং এর শক্তি সম্পর্কে তার ধারণা জানাচ্ছে:Blogger Aditya anatushirikisha mawazo yake kuhusu nguvu ya uendeshaji blogu ndogondogo:
25আমি এই আন্দোলনকে খাটো করছি না। কিন্তু আমরা জানি অনেক ক্ষেত্রেই এইসব উদ্যোগ মাঠে মারা যায়।Siyo kwamba nataka kupuuzia vuguvugu hili, lakini sote tunajua, kitu cha namna hii kinaweza kuishia kupoteza joto lake na kuwa baridi kama kipolo cha viazi.
26আশা করছি এক্ষেত্রে তা হবে না।Hata hivyo, natumaini hilo halitatokea!
27আদিত্য তার লেখা শেষ করেছেন তার পাঠকদের এই প্রশ্ন করে:Akihitimisha makala yake, Adithya anawaomba wasomaji wake:
28বন্ধুরা, যদি কেবল যদি তোমরা বাক স্বাধীনতা এবং ক্রেতা অধিকারকে মূল্য দাও তাহলে এগিয়ে চল।Marafiki, kama na kama tu, unajali kweli uhuru wa mtu wa kujieleza na kutetea haki za mlaji, basi hakikisha jambo hili halifi bali linaendelea.