# | ben | swa |
---|
1 | ইরান: প্রতিবাদ এবং দমন | Irani: Maandamano na Ukandamizaji |
2 | তেহরানের প্রতিবাদ, জমহুর. | Tehran protests, via jomhour.info |
3 | ইনফোর মাধ্যমে পাওয়া যদি বর্তমানে টুইটার, ফেসবুক এবং ইউটিউব ইরানে নিষিদ্ধ, অনেক ইরানি এ ক্ষেত্রে প্রক্সিস ব্যবহার করছে, যাতে প্রতি মিনিটের তাজা খবর গুলো আটকে না ফেলা হয় ও প্রতি মিনিটের তাজা সংবাদ জানা যায়। | Japokuwa huduma za Twita, FaceBook pamoja na YouTube zimezuiliwa kwa kuzimwa nchini Iran, Wairani wengi wamekuwa wakitumia tovuti-vivuli ili kuvizunguka vichujio vilivyowekwa na wanaripoti habari kadiri zinavyotokea. |
4 | ইরানি কর্তৃপক্ষ এছাড়াও এসএমএস বা শর্ট মেসেজ পাঠানো বন্ধ করে দিয়েছে এবং বেশ কয়েকটি ওয়েব ভিত্তিক সংবাদপত্রের চ্যানেল সংবাদ বেছে প্রকাশ করতে বলেছে বা ফিল্টার করেছে। | Utawala wa Irani pia umezuia huduma za jumbe za maandishi kwa kutumia simu za mkononi (SMS), kadhalika utawala huo unachuja tovuti kadhaa zinazoakisi maoni ya wanamageuzi. |
5 | এই সব ওয়েবে সংস্কারপন্থী মতামত প্রতিফলিত হয়। | Iran09 aliandika katika ujumbe wa Twita mapema leo: |
6 | ইরান০৯ আজ সকালে টুইটার করেছে: “আমি নিশ্চিত করছি চত্বরের ওখানে বাসিজের [ইসলামিক মিলিশিয়া] একটা স্টেশন রয়েছে এবং তারা ছাদ থেকে গুলি করছে। | “Nimethibitisha kwamba kuna Basij [wanamgamo wa Kiislamu] waliopo kwenye viwanja na wanawapiga watu kutokea kwenye mapaa ya nyuma. #iranelection” |
7 | #ইরান ইলেকশন” জাদি টুইটার করছে: | Jadi aliandika ujumbe wa Twita: |
8 | “লোকজন এখনো প্রতিবাদে যোগ দিচ্ছে। | “Watu bado wanajiunga na maandamano. |
9 | তারা আওয়াজ তুলছে ‘মৌসাভি! | Wanaimba ‘Mousavi! |
10 | মৌসাভি! | Mousavi! |
11 | আমার ভোট ফিরিয়ে দাও'। #ইরান ইলকেশন”। | Ichukue kura yangu' #iranelection” |
12 | মৌসাভি ভাষণ দিয়েছেন এবং নির্বাচনের ফলাফল পুন:র্বিবেচনা করতে বলেছেন। | Mousavi aliongea na kuomba matokeo ya uchaguzi yaangaliwe tena. |
13 | তিনি বলেছেন যদি নতুন করে নির্বাচন হয় তাহলে তাতে অংশ নিতে তিনি রাজী। | Alisema yuko tayari kushiriki katika uchaguzi mpya. |
14 | নির্বাচনের উপর এখানে বেশ কিছু ভিডিও সংবাদের অংশ বা ক্লিপ রয়েছে। | Kuna filamu za video zinazohuzu uchaguzi hapa. |
15 | প্রতিবাদ যতই বাড়ছে, বাড়ছে দমনও যে সমস্ত ছাত্র রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাদের উপর নিরপত্তা বাহিনী আক্রমণ করেছে। | Kadri upinzani unavyozidi ndivyo ukandamizaji unavyoongezeka Wanafunzi waliopinga uchaguzi wa rais katika vyuo vikuu mbalimbali walishambuliwa na vikosi vya usalama. |
16 | এখানে একটা ভিডিও ফ্লিম বা চলচ্চিত্র রয়েছে যেখানে রোববার রাতে তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস বা ডরমিটরির দৃশ্য দেখানো হচ্ছে। | Ifuatayo ni video inayoonyesha bweni la Chuo Kikuu cha Tehran jumapili usiku. |
17 | তাজা সংবাদ: রোববার রাতে নিরাপত্তা রক্ষীরা তেহরান বিশ্ববিদ্যালয়ে যে ধ্বংসলীলা চালিয়েছে ফ্লিকার স্লাইডশোতে তার ছবি দেখুন। | Habari mpya: Huu ni mlolongo wa picha kwenye huduma ya Flickr unaoonyesha uharibifu uliofanywa na vikosi vya usalama katika mabweni ya Chuo Kikuu cha Tehran jumapili usiku. |
18 | ফ্লিকার ব্যবহারকারী আগাহাদির মতে অনেক ছাত্রকে সে সময় জেলে পাঠানো হয়েছে। | Kwa mujibu wa mtumiaji wa Flickr, Agha Hadi, wanafunzi wengi walitiwa mbaroni. |
19 | নীচে একটা ক্লিপ দেখাচ্ছে একজন ইরানী মহিলা বাস ষ্টপে নিরাপত্তা বাহিনীর উপর চড়াও হয়। | Ifuatayo ni filamu inayoonyesha mwanamke wa Ki-Irani anavyopambana na vikosi vya usalama kwenye kituo cha basi. |
20 | আজারমেহের এই ছবির উপর মন্তব্য করেছে: | Azarmehr anatoa maoni juu ya filamu hii: |
21 | এই সব সাহসী ইরানি সিংহীদের দেখ, প্রথমে সে সরাসরি ও পরে পাশে থেকে লাথি মারে লাঠিধারী নেয়ানডারথেল বা আদিম মানব মনোভাবের এই সমস্ত দাঙ্গা দমনকার প্রহরী। | Muangalie huyu simba-jike jasiri wa Ki-Irani, kwanza anapiga teke halafu anampiga teke la pembeni askari mtuliza ghasia anayefanana na mtu wa kale aliyebeba rungu! |
22 | সেও লাঠীর কয়েকটি বাড়ী খেয়েছে কিন্তু এটা তার স্বাধীনতার জন্য মুল্য দেওয়া এবং সে এর জন্য পরোয় করে না। | Anapigwa marungu machache lakini hiyo ndiyo thamani ya uhuru an hajali. |
23 | আমাদের মাতৃভুমি ইরান ধন্য এ রকম কন্যা সন্তানের জন্ম দেবার জন্য। | Na ibarikiwe nchi yetu ya Irani, kwa kuwa na mabinti kama hawa. |
24 | ভয় ছড়িয়ে পড়েছে এবং এ রকম ঘটনা চলছেই। | Woga umetoweka na kasi inapamba moto. |
25 | তেহরান লাইভকে ইরানের লোকদের প্রতিবাদ ও প্রতিরোধরত বেশ কিছু ব্যক্তির ছবি তুলেছে যার জন্য তাকে ধন্যবাদ। | Shukrani kwa Tehranlive kwani tumepata picha kadhaa za Wairani wanaopinga na za mwamko wa upinzani: |
26 | গ্রীন ভোট টুইটারে সংবাদ দিয়েছিল [ফার্সী ভাষায়] যে এক সময় জনতা স্লোগান দিচ্ছিল, ‘কেউ ভয় পেও না, আমরা একসাথে আছি'। | Green Vote alituma ujumbe wa Twita [fa] kwamba moja ya kauli mbiu ni, ‘Usiogope, tupo pamoja'. |
27 | গ্রীন ভোট আরো জানিয়েছিল যে মোহাম্মাদ আলী তারেক নামের এক ছাত্রকর্মী শিরাজ শহরে গ্রেফতার হয়েছে। | Green Vote pia alituma ujumbe mwingine wa Twita unaosema kwamba Mohammad Ali Tarekh, mwanafunzi mwanaharakati, alitiwa mbaroni kwenye jimbo la Shiraz. |
28 | অনেক ব্লগার যেমন জিওটুন জানাচ্ছে [ফার্সী ভাষায়] লোকজন রাতের বেলা তাদের ঘর থেকে আওয়াজ তুলছে আল্লাহ-ও-আকবার (আল্লাহ মহান)। | Wanablogu kadhaa kama vile Zeitoon, waliripoti [fa] kwamba watu waliimba Allah-O-Akbar (Mungu Mkubwa) kutokea majumbani mwao nyakati za usiku. |
29 | মৌসাভি তাদের ছাদের উপর দাড়িয়ে আল্লাহ-ও-আকবার ধ্বনি দিতে বলেছেন। | Mousavi aliwataka watu waimbe Allah-O-Akbar kutokea kwenye mapaa ya nyumba zao. |
30 | ১৯৭৮-১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের সময় লোকজন শাহের বিরুদ্ধে একই ভাবে স্লোগান দিত। | Wkati wa mapinduzi ya Kiislamu mwaka 1978-79 watu walikuwa wakifanya hivyo kama ishara ya upinzani dhidi ya Shah. |
31 | ওবামা কোথায়? | Obama yuko wapi? |
32 | ভিউ ফ্রম ইরান একজন আমেরিকান ব্লগার, তিনি লিখেছেন: | Mwanablogu wa Kimarekani, View from Iran anaandika: |
33 | চুড়ান্তভাবে বলা যায় আমি জানি অলঙ্কারপুর্ণ ভাষা আসলে অলঙ্কারপুর্ণমাত্র। | Ninafahamu kwamba maneno matamu ni maneno matamu tu. |
34 | এই একটি শব্দ যা রাষ্ট্রপতি পাল্টানানি, যদি তিনি ইতিহাস বদলানানি কিন্তু তিনি তার অংশ। | Kwamba maneno ya rais huwa hayabadili historia japokuwa huwa ni sehemu [ya historia]. |
35 | ওবামার সময় রয়েছে তার চমৎকার শব্দের দিকে তাকানো, এখনই সময়। | Kama kungelikuwa na wakati muwafaka kwa Obama kuwasha uwezo wa maneno yake matamu ni sasa. |
36 | আজ বেলা ৪টার সময় ইরানের ২০ টি শহরে প্রতিবাদ প্রর্দশিত হবে। | Leo saa 10 jioni kulikuwa na maandamano katika miji 20 ya Irani. |
37 | * আমরা বন্ধুরা রাস্তায় থাকতে চায়। | Rafiki zangu *wanataka kuwepo mabarabarani. |
38 | * সেখানে বাবা-মা,সরকারী চাকুরে, হিসবারক্ষক, রিসিপশনিষ্ট, এবং অবশ্যই ছাত্ররা থাকবে। | * Ni wazazi, wafanyakazi wa serikali, wahasibu, wapokezi, naam na wanafunzi pia. |
39 | সবশেষে, সকল সংঘর্ষে আমি নিশ্চিত নই তাদের প্রদর্শনী দেখা যাবে। | Mwisho wake, ukizingatia ghasia zote hizi, sina hakika kwamba wataendelea kujitokeza. |
40 | কাজেই ওবামা আপনার চমৎকারিত্ব দেখানো শুরু করুন। | Kwa hiyo Obama, washa uwezo wako wa kuhamasisha. |
41 | আপনার বাক্যে অলঙ্কার প্রয়োগ করে দেখান, ইরানকে বলুন যে আমরা যখন মেরিন সেনাদের পাঠাতে পারছি না. | Tumia uwezo wako wa maneno matamu kuwaambia Wairani kuwa, japokuwa hatutatuma majeshi, nyoyo zetu zi pamoja nanyi. |
42 | অন্তত আমাদের হৃদয় ইরানের সাথে আছে। | Najua kuwa unaweza kufanya kazi vizuri zaidi yangu. |
43 | আমি জানি আপনি আমার চেয়ে ভালো কিছু করতে পারবেন। ইসফাহান ভুগছে | Mateso ya Isfahan Tehran siyo mji pekee ambako watu wanaopinga wanakandamizwa. |
44 | কেবল তেহরানেই যে প্রতিবাদকারীদের দমন করা হচ্ছে তা নয়, ইসফাহানেরর প্রতিবাদকারীরও নিরাপত্তা বাহিনীর দমনের শিকার হচ্ছে। | Waandamanaji mjini Isfahan, pia wanalengwa na vikosi vya usalama. Iranevents imechapicha picha kadhaa za maandamano huko Irani. |
45 | ইরান ইভেন্ট ইরানের বেশ কিছু প্রতিবাদকারীর ছবি প্রকাশিত করেছে। | Watu wanafukuzwa na vikosi vya usalama. |
46 | এখানকার লোকদের নিরাপত্তা বাহিনী ধাওয়া করেছে: এবং এখানেও | na hii pia: |