# | ben | swa |
---|
1 | তিউনিশিয়াঃ নাগরিক প্রচার মাধ্যমের ছবিতে ২০১১ সাল | Tunisia: Mwaka 2011 katika Picha za Mitandao ya Kijamii |
2 | এই পোস্টটি তিউনিশিয়া বিপ্লব ২০১১ -এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | Makala hii ni sehemu ya habari zetu maalumu za Mapinduzi ya Tunisia 2011. |
3 | ২০১১ সালটি ছিল তিউনিশিয়ার জন্য এক অবিস্মরণীয় বছর- এক ঐতিহাসিক বছর যা তিউনিশিয়ার প্রতিটি নাগরিকের স্মৃতিতে গ্রথিত থাকবে। | Mwaka 2011 haukuwa wa kawaida kwa nchi ya Tunisia - mwaka wa kihistoria ambao utaingia katika kumbukumbu za kila m-Tunisia. |
4 | যার শুরুটা হয়েছিল প্রায় বিস্মৃত এবং প্রান্তিক এক প্রদেশের এক এক স্বতঃস্ফূর্ত হতাশার বাস্তবতায়, যা পরে এক জনপ্রিয় গণ জাগরণে পরিণত হয়ে সারা দেশকে এক গণজোয়ারে সৃষ্টির মাধ্যমে দেশটির ২৩ বছরের শাসক জিনে এল আবেদিন বেন আলীর শাসনকে উৎখাত করে ফেলে এবং পুরো এলাকার চেহারা পাল্টে ফেলে, একটি আরব রাষ্ট্রে বিপ্লব জ্বরে আক্রান্ত হবার মাধ্যমে। | Kile kilichoanza kama kitendo cha mlipuko wa ubeuzi (kukata tama) kilichoanzia katika eneo lililosahauliwa na lililotengwa la Sidi Bouzid, kiligeuka kuwa maasi makubwa ambayo yangeikumba nchi hiyo, kuuangusha utawala wa miaka 23 wa Zeine el Abidine Ben Ali, na kubadili kabisa sura ya eneo hilo baada ya nchi za Kiarabu moja baada ya nyingine zikiambukizwa joto hilo la mapinduzi. |
5 | বছরের এক রক্তাক্ত প্রারম্ভ | Mwaka ulianza kwa mauaji |
6 | তালায় মৃত এক তিউনিশীয় নাগরিক ( মধ্য-পশ্চিম তিউনিশিয়ায় অবস্থিত), ১০ জানুয়ারি, ২০১১। | Kijana wa ki-Tunisia aliyepoteza maisha yake mjini Tala (Magharibi ya Kati ya Tunisia), Januari 10, 2011. |
7 | ছবি নাওয়াত-এর। | Picha kutoka Nawaat. |
8 | বছরটার শুরু হয়েছিল রক্তপাত এবং সংঘর্ষের মধ্যে দিয়ে। | Mwaka ulianza kwa mauaji na vurugu. |
9 | বিক্ষোভকারীদের চাকুরির স্বাধীনতা এবং জাতীয় মর্যাদার দাবীর প্রতি কর্তৃপক্ষ সাড়া দিয়েছিল তাজা বুলেট এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, ৩০০ জন বিক্ষোভকারীকে নিহত এবং আরো অনেককে আহত করে। | Tawala husika zilijibu madai ya waandamanaji ya “ajira, uhuru, na heshima ya taifa” kwa kutumia risasi za moto, mabomu ya machozi, mauaji ya zaidi ya waandamanaji 300 na kujeruhi wengine wengi zaidi. |
10 | যেদিন প্রাক্তন রাষ্ট্রপতি সৌদি আরবে পালিয়ে গেলেন | Siku ambayo rais wa zamani alikimbilia Saudi Arabia |
11 | ছবি তালেল নাচের-এর, কপিরাইট ডেমোটিক্স-এর (১৪/০১/ ২০১১) | Picha kwa hisani ya Talel Nacer, haki miliki Demotix (14/01/2011) |
12 | ১৪ জানুযারি, ২০১১ তারিখে দেশটির রাজধানী তিউনিশের স্বারাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেত হয়। | Mnamo Januari 14, 2011, maelfu ya waandamanaji walikusanyika nje ya jengo la Wizara ya Mambo ya Ndani lililoko katika mji mkuu wa Tunis. |
13 | এই সমস্ত বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে; “স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সন্ত্রাসী মন্ত্রণালয়” এবং “বেন আলি কেটে পড়” ( বেন আলি দেগেদে)। । | Waandamanaji waliimba “Wizara ya Mambo ya Ndani ni Wizara ya Ugaidi”, na “Ben Ali Dégage” (Ben Ali Toka). |
14 | এই বিক্ষোভ যা শান্তিপূর্ণ ভাবে শুরু হয়, তা শেষ হয় পুলিশের ভায়াবহ হামলার মধ্যে দিয়ে, যারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল। | Maandamano ambayo yalianza kwa amani, yaliisha kwa polisi kuwatawanya waandamanaji kwa nguvu. |
15 | পরে একই দিনে বেন আলি সৌদি আরবের জেদ্দায় পালিয়ে যায়। | Baadae siku hiyo hiyo, Ben Ali alikimbilia Jeddah, Saudi Arabia. |
16 | ১৪ জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভরত জনতার প্রতি পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। | Polisi wakitumia gesi kuwatawanya waandamanaji nje ya Wizara ya Mambo ya Ndani tarehe 14 Januari. |
17 | ছবি ফ্লিকারের ওয়াসিম বেন রোহমার-এর ( সিসি বাই এনসি-এনডি ২. | Picha ya Wassim Ben Rhouma kupitia mtandao wa Flickr (CC BY-NC-ND 2.0). |
18 | ০) স্বৈরশাসক চলে গেছে, কিন্তু স্বৈরতন্ত্রের কি হবে? | Dikteta ameondoka, lakini vipi kuhusu udikteta? |
19 | অর্ন্তবর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ঘানুচির বিরুদ্ধে বিক্ষোভ। ঘানুচি, বেন আলীর এক ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। | Maandamano dhidi ya serikali ya mpito inayoongozwa na Mohamed Ghannouchi, mshirika wa karibu wa Ben Ali, tarehe 25. |
20 | এর একদিন পর ২৫ ফ্রেব্রুয়ারিতে ঘানুচি পদত্যাগ করে। | Siku moja baadae, Ghannouchi alijiuzulu. |
21 | ছবি খালেদ নাচিরি-এর। | Picha kwa hisani ya Kahled Nciri. |
22 | তিউনিশিয়া, অতীতের সাথে তার সকল সম্পর্ক ছিন্ন করার জন্য অধীর হয়ে ছিল এবং বেন আলীর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও গণতন্ত্রের জন্য তাদের আন্দোলন থেমে যায়নি। | Wa-Tunisia walikuwa makini kukata mifungamano yoyote na utawala ulioangushwa, vita kwa ajili ya demokrasia nchini Tunisia, haikumzuia Ben Ali kuikimbia nchi. . |
23 | সংসদ ভবন যেখানে অবস্থিত ছিল, সেই কাসবা স্কোয়ার ছিল অবস্থান ধর্মঘট এবং বিক্ষোভের প্রাণকেন্দ্র, যা সংসদের এই অতি ঘৃণিত প্রাক্তন শাসক দলকে ক্ষমতা থেকে উৎখাত করার উপায় বের করা উচিত ছিল ( এই দলটিকে বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে)। | |
24 | সেই দলটির নাম ছিল আরসিডি ( ফরাসী ভাষায় এর নাম ছিল লে রাজম্বলেমেন্ত, কনস্টিটিউশনালে ডেমোক্রেটিক, নামের আদ্যক্ষর নিয়ে তাকে আরসিডি নামে ডাকা হত, এর অর্থ সাংবিধানিক গণতান্ত্রিক শোভাযাত্রাকারীর দল)। দূর্নীতি এবং দমনের সাথে সে দলটি যুক্ত ছিল। | Kasbah square,lilipo jengo la Baraza la Mawaziri, likawa shabaha ya waandamanaji na wale wengine waliokuwa wamekaa, ambayo ilitafuta namna ya kukiangusha chama tawala cha kilichokuwa kimechukiwa sana (sasa kimesambaratishwa), RDC (yaani kwa vifupisho vya Kifaransa Le Rassemblement Constitutionnel Démocratique, kwa Kiswahili Mkutano wa Kikatiba na Kidemokrasia), ambacho kilihusishwa na ufisadi na unyanyasaji. |
25 | প্রথম গণতান্ত্রিক নির্বাচন | Uchaguzi wa kwanza wa Kidemokrasia |
26 | ভোট দেবার জন্য ভোটারদের লম্বা লাইন। | Wapiga kura wakiwa wamejipanga kwa ajili ya kupiga kura. |
27 | ছবি এরিক-এর (@কেফেতেজি)। | Picha kwa hisani ya Erik (@kefteji). |
28 | ২৩ অক্টোবর, ২০১১ দিবসটি ছিল তিউনিশিয়ার জন্য এক গুরুত্বপূর্ণ দিন, নিজ নিজ সংসদীয় প্রতিনিধি নির্বাচন করার জন্য ভোটাররা লম্বা সময় ধরে লাইনে দাঁড়িয়ে ছিল। | Mnamo Oktoba 23, 2011, ndipo ilipowadia siku ya mageuzi kwa ajili ya Tunisia. |
29 | এই নির্বাচন ছিল তথাকথিত আরব বসন্তের পর এক মুক্ত এবং স্বাধীন নির্বাচন। | Wapiga kura walisubiri kwa saa kadhaa ili kuwachagua wabunge, , katika uchaguzi wa kwanza ulio huru na haki kwa kile kinachoitwa Maasi ya Uarabuni. |
30 | ইসলামপন্থী দলের উত্থান | Kuibuka kwa Waislamu wenye msimamo mkali |
31 | ব্যানারের শিরোনাম: তিউনিশিয়ার সকল নাগরিকদের জন্য সাম্য এবং ন্যায়বিচার” ২১ নভেম্বর, ২০১১-এ সংসদ ভবনের সামনে এক বিক্ষোভে এই ব্যানার বহন করা হয়। | Bango linasomeka: “Usawa na haki kwa wa-Tunisia wote”. Mnamo Novemba 21, 2011, katika maandamano nje ya jengo la bunge. |
32 | ছবি সোউকাইনা ডাব্লিউ আজবেতনি রুহির ফেসবুক পাতা থেকে নেওয়া | Picha kwa hisani ya Soukaina W Ajbetni Rouhi kupitia Facebook. |
33 | ইসলামপন্থী দল এননাহাদা প্রাপ্ত ভোটের ৪১ শতাংশ লাভ করে এবং তারা সংসদের সর্বমোট ২১৭ টি আসনের মধ্যে ৮৯টি আসন লাভ করে। | Chama chenye mrengo wa Kiislam Ennahdha kilishinda kwa asilimia 41 ya kura zilizopigwa, na kujinyakulia viti 89 kati ya viti 217 vya bunge la uwakilishi. |
34 | আরব অঞ্চলের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা একটি রাষ্ট্র হিসেবে, দেশটির উদারনৈতিকদের মতে, তিউনিশয়ায় ইসলামপন্থীদের উত্থান, দেশটির ধর্ম নিরপেক্ষ মূল্যবোধ এবং নারী অধিকারে জন্য এক হুমকি। | Kwa waliberali, kuibuka kwa makundi ya Waislamu wenye msimamo mkali nchini Tunisia, ni tishio kwa tunu zisizo za kidini za nchi hiyo, na haki za wanawake wa ki-Tunisia, unaoaminika kuimarika zaidi katika eneo la Uarabuni. |
35 | মনচেফ মারজোকি- প্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি। | Moncef Marzouki - Rais Mpya wa Jamhuri |
36 | মনচেফ মারজোকি, তিউনিশিয়ার নতুন রাষ্ট্রপতি। | rais mpya wa Tunisia. |
37 | ছবি হামিদদ্দেদিন বোয়ালি, কপিরাইট ডেমোটিক্সের (১৩/১২/২০১১)। | Picha kwa hisani ya Hamideddine Bouali, haki miliki Demotix (13/12/11) |
38 | ১২ ডিসেম্বর, ২০১১-এ জাতীয় সংসদ, মানবাধিকার কর্মী মনচেফ মারজোকিকে প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে। যিনি এর আগে বেন আলীর শাসনের সময়, প্রথম কারাগারে এবং পরে নির্বাসনে কাটিয়েছে। | Moncef Marzouki, Mnamo Desemba 12, bunge la taifa la kikatiba lilimchagua mwanaharakati wa haki za kibinadamu Moncef Marzouki, ambaye aliwahi kuwekwa jela, na kulazimishwa kuishi uhamishoni wakati wa utawala wa Ben Ali, kuwa Rais mpya wa Jamhuri ya Tunisia.. |
39 | বছর যত শেষের দিকে গড়িয়ে আসতে, গণতন্ত্র এবং চাকুরীর জন্য প্রতিবাদ এবং অবস্থান ঘর্মঘট বাড়তে থাকে, এবং তিউনিশিয়ার ভাবগম্ভীর অবস্থা চলতে থাকে, যখন উত্তপ্ত বিতর্ক জাতীয় সংসদে শুরু হয়, এবং (এননাহাদা দলের ) হামাদি জেবালি অর্ন্তবর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে। | Wakati mwaka ukielekea kumalizika, waandamanaji na wale waliokuwa wakikaa mahali pamoja kushinikiza demokrasia, ajira, na heshima yanaendelea nchini Tunisia, kwa namna mijadala mikali ikifanyika kwenye bunge la nchi hii, na serikali ya mpito inayoongozwa na Hamadi Jebali (kutoka chama cha Kiislam cha Ennahdha) wakichukua majukumu yao. Jiandae kwa habari zaidi kuhusu Tunisia kwa mwaka 2012. |
40 | ২০১২ সালে তিউনিশিয়ার ঘটনাবলী জানতে আমাদের সাথে থাকুন। | Makala haya ni sehemu ya habari zetu maalumu za Mapinduzi ya Tunisia 2011. |