# | ben | swa |
---|
1 | জিভি অভিব্যক্তিঃ মিশর ও বাহরাইনে আলা আব্দুল এল ফাত্তাহ এবং মরিয়ম আল খাজার অনশন ধর্মঘট, কারাগার সময় এবং সক্রিয়তাবাদ | GV Face: Alaa Abd El Fattah na Maryam Al Khawajah Wazungumzia Mgomo wa Kula, Kufungwa na Harakati zao Nchini Misri na Bahrain |
2 | কয়েক সপ্তাহ আগে পর্যন্ত, মরিয়ম আল খাজা এবং আলা আব্দুল এল ফাত্তাহ অনশন ধর্মঘট পালন এবং কারাগারে ছিলেন। | Mpaka majuma machache yaliyopita, Maryam Al Khawajah na Alaa Abd El Fattah walikuwa kwenye mgomo wa njaa gerezani. |
3 | কারাগার থেকে তাদের মুক্তির দাবিতে টুইটারে ব্যবহৃত হ্যাশট্যাগ বাহরাইন এবং মিশরে ব্যাপক আলোচনার জন্ম দেয়। | Alama ishara zinazodai kuachiliwa kwao huru kutoka kwenye magereza ya Bahrain na Misri zilitawala mtandao wa Twita. |
4 | এই বিশিষ্ট কর্মীরা তাদের বাড়ি থেকে স্বাধীন ভাবেই অনলাইনে জিভি অভিব্যক্তির এই পর্বে আমাদের সঙ্গে যোগদান করেছেন, কিন্তু তাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। | Wanaharakati hawa maarufu wanaungana nasi kwenye toleo la wiki hii la GV Face wakiwa huru, lakini mapambano yao hayana dalili ya kumalizika. |
5 | মরিয়ম বর্তমানে কোপেনহেগেনে বসবাস করছেন। | |
6 | তিনি তার পিতাকে দেখার অনুমতি পাননি। মরিয়মের বাবা একজন নেতৃস্থানীয় বাহরাইন কর্মী, যিনি ২০১১ সাল থেকে কারাগারে আছেন এবং দুইবার অনশন ধর্মঘট পালন করেছেন। | Maryam kwa sasa yuko Copenhagen, hana nafasi ya kumwona baba yake, ni mwanaharakati wa Bahrain aliyekuwa kifungoni akiongoza mgomo wa kula mara mbili tangu mwaka 2011. |
7 | মিশরে কয়েক সপ্তাহ আগে কারাগারে ৪০ দিনের অনশন ধর্মঘট শেষ হওয়ার অল্পকাল পরেই আলা জামিনে মুক্তি পেয়েছেন। | Nchini Misri, Alaa alitolewa kwa dhamana muda mfupi baada ya kumaliza mgomo wake wa kula uliodumu kwa siku 40 na kumalizika majuma kadhaa yaliyopita. |
8 | তিনি বর্তমানে পুনরায় বিচারের জন্য অপেক্ষাধীন এবং তাঁর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। | Kwa sasa anasubiri kushitakiwa na haruhusiwi kusafiri. |
9 | তার ২০ বছর বয়সী ছোট বোন কারাগারে তাঁর ৪৭ তম অনশন দিবস পালন করছেন। | Dada yake mdogo mwenye umri wa miaka 20 bado anaendelea na mgomo wake wa kula unaoingia siku ya 47 akiwa gerezani. nbsp; |
10 | মিশর ও বাহরাইনের শত শত রাজনৈতিক বন্দীরা বর্তমানে অনশন ধর্মঘট পালন করছেন। | Mamia wa wafungwa wa kisiasa wanaendelea na mgomo wa kula nchini Misri na Bahrain. |
11 | মরিয়ম এবং আলা গত তিন বছর ধরে তাদের প্রতিদিনের সংগ্রাম সম্পর্কে টুইট করে আসছেন, এমনকি সেই ‘আরব বসন্ত' থেকে যা সারা বিশ্বের হাজার হাজার শত শত কল্পনাকে আকৃষ্ট করেছে। | Maryam na Alaa wamekuwa waki-twiti mapambano yao ya kila siku kwa miaka mitatu, tangu ‘Mapinduzi ya Uarabuni' yatawale fikra za mamia ya maelfu duniani kote. |
12 | মাইক্রোব্লগিং সাইটে আলার ৬৩৬,০০০ এরও অধিক এবং মরিয়মের ১০১,০০০ এর কাছাকাছি টুইটার অনুগামী রয়েছে। | Alaa ana wafuasi zaidi ya laki 6.36 na Maryam ana wafuasi wanaokaribia laki 1 kwenye mtandao wa twita. |
13 | মিশরে গত ২৫ জানুয়ারী, ২০১১ তারিখে শাসন বিরোধী বিক্ষোভ শুরু হলে কিছু অনশনকারীরা অন্তরীন হয়েছেন। | Nchini Misri, baadhi ya wafungwa wanaofanya mgomo wa kula wamekuwa magereza tangu maandamanaji yanayopinga utawala wa nchi hiyo mnamo Januari 25, 2011. |
14 | বাহরাইনে সেই রকম শাসন বিরোধী বিক্ষোভ দেখা দেয় ১৪ ফেব্রুয়ারী, ২০১১ তারিখে এবং ৬০০ জন রাজনৈতিক বন্দী কারাগারে নির্যাতনের প্রতিবাদে অনশন ধর্মঘটে চলে গেছেন। | Bahrain, nchi ambayo imekuwa ikishuhudia maandamano ya kupinga utawala wa nchi hiyo tangu Februari 14, 2011, zaidi ya wafungwa 600 wameingia wenye mgomo kupinga mateso wanayoyapata wakiwa gerezani. |
15 | জিভি অভিব্যক্তির এই পর্বে আলা এবং মরিয়মের সাথে তাঁদের কাজকর্ম সম্পর্কে আমরা কথা বলেছি। এছাড়াও বাহরাইন এবং মিশরে তাদের করা সংগ্রাম ও যে আশা দেশের ভবিষ্যত সম্পর্কে তাদের প্রাণবন্ত রাখে সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি। | Katika toleo la wiki hii tunazungumza na Allan a Maryam kuhusiana na harakati zao, mapambano wanayokabiliana nchini Bahrain na Misri pamoja na matumaini yao yanayowafanya wawe na moyo imara kuhusiana na mustakabali wa nchi yao. |
16 | আলাকে অন্তরিন রাখা বা তাঁর বিরুদ্ধে তদন্ত করা হয়েছে … [Alaa has been jailed or investigated under every Egyptian head of state who has served during his lifetime.] ২০০৬ সালে একটি শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ গ্রহণের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়। | |
17 | ২০১১ সালে আলা কারাগারে দুই মাস অতিবাহিত করেন, ফলে তার প্রথম সন্তানের জন্মের সময় তিনি অনুপস্থিত ছিলেন। | Alaa alifungwa au kuchunguzwa kila awamu ya Urais wa nchi hiyo. Mwaka 2006, alikamatwa kwa kushiriki mandamano ya amani. |
18 | ২০১৩ সালে তিনি আবারও গ্রেফতার হন এবং তাঁকে বিনা বিচারে ১১৫ দিনের জন্য আটক রাখা হয়। | Mwaka 2011, aliwekwa ndani kwa miezi miwili, akijikuta akikosa kuzaliwa kwa mwanae wa kwanza. |
19 | এবং এখন তিনি ১৫ বছরের কারাদণ্ডের সম্মুখীন। | Mwaka 2013, alikamatwa na kuwekwa ndani kwa siku 115 bila kufunguliwa mashitaka. |
20 | মরিয়মকে গত আগস্ট মাসের শেষের দিকে বিমানবন্দরে গ্রেফতার করা হয়। | Na sasa anakabiliana na hukumu ya miaka 15 jela. |
21 | তিনি তার বাবাকে দেখার জন্য বাহরাইনে প্রবেশ করার চেষ্টা করছিলেন। তাঁরা বাবা হচ্ছেন একজন বিশিষ্ট মানবাধিকার কর্মী, যাকে ২০১১ সালের এপ্রিল মাস থেকে কারাগারে বন্দী রাখা হয়েছে। | Maryam alikamatwa kwenye uwanja wa ndege mwishoni mwa mwezi Agosti, alipojaribu kuingia nchini Bahrain kukutana na baba wa mwanaharakati wa haki za binadamu alikuwa amefungwa tangu mwezi Aprili 2011. |
22 | মরিয়মের বাবা তার দ্বিতীয় অনশন ধর্মঘটের ২৭ তম দিন পালন করছিলেন। | Baba yake alikuwa kwenye siku yake ya 27 ya mgomo wake wa pili wa kula. |
23 | ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে কারাগারে নির্যাতনের প্রতিবাদে বাহরাইনে প্রায় ৬০০ জনেরও অধিক রাজনৈতিক বন্দী শাসন বিরোধী বিক্ষোভ শুরু করে অনশন ধর্মঘটে চলে গেছেন। | Zaidi ya wafungwa wa kisiasa wamekuwa kwenye mgomo wa kula nchini Bhrain kupinga kuteswa magerezani, tangu Februari 14, 2011, maandamano yalipoanza. |
24 | বিমানবন্দরে গ্রেপ্তার হওয়ার পর, পুলিশ বাহিনীর সদস্যকে আঘাত করার অভিযোগে মরিয়মকে অভিযুক্ত করা হয়। | Baada ya Maryam kukamatwa kwenye uwanja wa ndege, alituhumiwa kumpiga mmoja wa polisi. |
25 | মরিয়ম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। | Maryam anakana mashtaka yake. |
26 | আটক হওয়ার পরপরই তিনি অনশন ধর্মঘট শুরু করেন। | Akiwa gerezani, alianza mgomo wa kutokula. |
27 | তিনি ১৯ সেপ্টেম্বর তারিখে কারাগার থেকে মুক্তি পান এবং তারপরই দেশ ত্যাগ করেছেন। | Aliachiliwa huru mnamo Septemba 19 na tangu wakati huo amehama nchi. |
28 | তার পিতা কারাগারে রয়ে গেছেন। | Baba yake bado yuko gerezani. |
29 | মরিয়ম হচ্ছেন উপসাগরীয় মানবাধিকার সেন্টারের সহ পরিচালক। | Maryam ni mkurugenzi mwenza waKituo cha Ghuba ya Arabuni cha Haki za Binadamu |