# | ben | swa |
---|
1 | রাসায়নিক প্ল্যান্ট প্রতিবাদ ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চীনের | China Yadhibiti Habari za Maandamano Yakupinga Kujenga Kiwanda cha Kemikali |
2 | চীনের দক্ষিন পশ্চিম কুমিং শহরের অধিবাসীরা কাছাকাছি একটি কারখানায় বিষাক্ত রাসায়নিকের সম্ভাব্য উত্পাদনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত ৪ মে, ২০১৩ তারিখে রাস্তায় নেমে আসে। | Wakazi wa jiji la kusini magharibi mwa China liitwalo Kunming waliingia mtaani mnamo Mei 4, 2013 kupinga mpango wa kuzalisha kemikali zenye sumu karibu na makazi yao. |
3 | রাষ্ট্র মিডিয়ার মতে, চীনা ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন ফ্যাব্রিক তৈরি করতে ৫,০০,০০ টন প্যারাক্সিলিন (পিএক্স) এর উৎপাদনের জন্য আনিং শহরের কাছাকাছি একটি রাসায়নিক প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা করছে। | Kwa mujibu wa vyombo vya habari vya serikali, Shirika la Taifa la Mafuta la nchi hiyo lina mpango wa kujenga kiwanda cha tindikali katika mji jirani wa Anning kuzalisha tani 500,000 za sumu ya paraxylene (PX) inayotumika kutengenezea nyuzi. |
4 | একটি সম্ভাব্য পিএক্স বিস্ফোরণের বিপদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শহরের কেন্দ্রে প্রায় ৩,০০০ জনের মতো জড়ো হয়। | Takribani watu 3,000 walikusanyika katikati ya mji kupinga hatari inayowezekana kutokana na sumu ya PX. |
5 | চীনের রাষ্ট্রীয় মিডিয়া এই প্রতিবাদের খবর গোপন রাখছে এবং অনলাইনে ব্যাপক সেন্সরিং করছে। গত ৪ মে, ২০১৩ তারিখে থেকে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট সিনা উইবোতে সহিংস এই বিক্ষোভ সম্পর্কে সব তথ্য এবং ছবি মুছে ফেলা হয়েছে। | Vyombo vya Habari vya serikali havikutangaza habari za maandamano hayo, na katika hali ya kushangaza wafuatiliaji wa mtandaoni wamefuta habari na picha zinazohusiana na maandamano hayo kwenye mtandao maarufu wa kijamii uitwao Sina Weibo tangu Mei 4, 2013. |
6 | অনেক ওয়েব ব্যবহারকারী এই বিক্ষোভের সমর্থনে তাদের উইবো প্রোফাইলে “কুমিং পিএক্স” এর একটি ছবি আপলোড করেছেন। | Watumiaji wengi wa mtandao wa intaneti waliamua kutumia picha ya “Kunming PX” kama utambulisho wao mtandaoni huku ikiwa imewekwa alama ya X kuonyesha kupinga mpango huo. |
7 | চির বসন্তের মত আবহাওয়া এবং এর ফুল ও গাছের জন্য কুমিং শহর সুপরিচিত। | Kunming inafahamika sana kwa biashara ya maua na mimea kwa sababu ya hali nzuri ya hewa eneo hilo kwa mwaka mzima. |
8 | নিয়মিত পরিষ্কার নীল আকাশ উপভোগ করার সুযোগ সম্বলিত গুটি কয়েক চীনা শহরের মধ্যে এটি একটি। | Ni moja ya majiji machache ya China ambamo anga angavu lenye rangi ya bluu huonekana mara nyingi. |
9 | সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন শহরগুলোতে অনুরূপ প্রতিবাদের সূত্রপাত হয়। | Maandamano kama hayo yalilipuka kwenye miji mingine katika miaka ya hivi karibuni. |
10 | ২০০৭ সালে, চীনের পূর্বে জিয়ামেন শহরের হাজার হাজার মানুষ একটি পিএক্স উদ্ভিদ নির্মাণ নিয়ে প্রতিবাদ জানায়। | Mwaka 2007, maelfu ya watu waishio kwenye jiji Xiamen lililoko mashariki mwa China walipinga kujengwa kwa kiwanda kama hicho. |
11 | গত দুই বছরে, দুটি বৃহৎ নিম্বাই প্রতিবাদ ডালিয়ান এবং নিংবো শহরে সংঘটিত হয়। | Katika miaka miwili, maandamano makubwa mawili yalilipuka hukoDalian and Ningbo. |
12 | প্রতিবাদকারীরা পারাক্সিলাইনের ভয়াবহতার বিরুদ্ধে প্রতিবাদে প্রতীকী মাস্ক এবং আস্ফালন পড়েছে। | Waandamanaji walivaa picha kwenye nyuso zao pamoja na mabango yenye ujumbe wa kuonya kuhusu hatari ya paraxylene (PX). (Imetoka kwenye tovuti yaSina Weibo) |
13 | কুমিং থেকে এক উইবো ব্যবহারকারী “ব্লুকন ইয়িহো” অনলাইনে কুমিং আন্দোলনকে অধিক সমর্থন জানিয়েছেন: | Mtumiaji mmoja wa mtandao huo wa Weibo “Boluocun Yihao” anayeishi Kunming alitoa wito wa [zh] uungwaji mkono zaidi mtandaoni: |
14 | মিডিয়া নিয়ন্ত্রণ, সেল ফোনের সংকেত কাটা, মানুষের নিরাপত্তা রক্ষার জন্য অনুমিত পুলিশ কেউই মানুষদের বাঁধা দিতে পারেনি, “এক্সএক্স পেট্রোকেমিক্যাল রিফাইনারী, কুমিং থেকে বেড়িয়ে যাও!” | Vyombo vyote vya habari vimedhibitiwa, mtandao kwenye simu za kiganjani umekatwa, polisi waliopaswa kuhakikisha usalama wa raia hawakutimiza wajibu wao wa ulinzi, “Tunapinga kabisa kiwanda cha tindikali hizi, ondoeni viwanda hivi Kunming!” |
15 | আমরা দুধ নদী চাই না [কুমিং এর একটি দূষিত নদী যার পানি দুধ রঙে পরিণত হয়েছে], আমরা পিএম২. | Hatutaki mito itakayoeuka kuwa rangi ya maziwa[mto ulioathirika na uchafuzi wa mazingira umebadilika tangi na kuwa maziwa], hatutaki PM2. |
16 | ৫ চাই না [দূষণ],আমরা পিএক্স চাই না। | 5 [kemikali ya uharibifu wa mazingira], hatutaki kemikali ya PX. |
17 | এই বার্তাটি রিপোস্ট করুন। | Tafadhali chapisha tena ujumbe huu. |
18 | আমাদের মা কুমিংকে রক্ষা করুন। | Tuulinde mji wetu wa Kunming. |
19 | কুমিং থেকে অন্য একজন উইবো ব্যবহারকারী মিডিয়া সেন্সরশিপের সমালোচনা করেছেন: | Mtumiaji mwingine wa Weibo anayeisha Kunming alikosoa vikali [zh] hatua ya kudhibiti vyombo vya habari: |
20 | এরকম একটি বড় দেশে শুধুমাত্র “বেইজিং সান্ধ্য সংবাদ” সত্যনিষ্ঠ ভাবে কুমিং এ কি ঘটেছে তা রিপোর্ট করেছে। | Nchi kubwa kama hii, eti chaneli moja tu ya “Beijing Evening News” ndiyo iliripoti kwa ukweli kile kilichotokea Kunming jana. |
21 | যদিও এটি মূল রিপোর্ট ছিল না, নেট ইজি থেকে উদ্ধৃত করা। | Haikuwa taarifa yao wenyewe bali walinukuu kutoka mtandao wa NetEase. |
22 | এটা বলছে, চীনা সংবাদ সংস্থা এ ব্যাপারে এক সাক্ষাত্কার নেয়, কিন্তু শেষ পর্যন্ত এর প্রকাশ নিষিদ্ধ করা হয়। | Inasemekana Shirika la Habari la China lilifanya mahojiano jana, lakini mwishoni lilizuiwa kutangaza habari hizo. |
23 | জিংহুয়া সংবাদ সংস্থা বা সিসিটিভি যত দূর সম্ভব তারা এটি এড়িয়ে গেছে …. | Shirika la Habari la Xinhua na lile la CCTV yamejaribu kujificha mbali kabisa na habari hizi kadri wanavyoweza. |
24 | মানুষের কথা বলার জন্য চীনে কোন মিডিয়া নাই। | China kwa sasa haina chombo cha habari cha kuwasemea watu. |
25 | একমত হলে এই বার্তাটি পুনরায় পোস্ট করুন। | Tafadhali chapisha tena ujumbe huu kama unakubaliana na hili. |
26 | কুমিং থেকে “ইয়েন জিয়াসুন” নামের একজন সুরকারের অনুভূতির প্রতিধ্বনিত এরুপঃ | Mwanamuziki kutoka Kunming “Yinyue Xiaosun” alionyesha tena [zh] hisia zilezile: |
27 | ব্যানারে লিখাঃ “সুন্দর কুমিং, আমরা বাঁচতে চাই! | Bango linasomeka: “Kunming Nzuri! Tunahitaji kuendelea kuishi! |
28 | আমরা সাস্থবান হতে চাই ! | Tunahitaji kubaki na afya zetu! |
29 | পিএক্স - কুমিং থেকে বেড়িয়ে যাও !” | PX-iondoke nje ya Kunming !” |
30 | [সিনা উইবো থেকে] | (Imetoka kwenye mtandao wa Sina Weibo) |
31 | কুমিং এর মিডিয়া বন্ধু, আমি আপনাদের কাজ বুঝতে পেরেছি, যেমনটি আমরা আজকের পুলিশদের বুঝতে পেরেছি। | Marafiki wa Vyombo vya Habari jijini Kunming, ninaelewa vyema kazi mnayoifanya, kama tunavyowaelewa polisi wetu wa leo. Lakini ninyi mnaishi Kunming. |
32 | আমরা সবাই আমাদের নিজস্ব শহরকে ভালবাসি এবং আমাদের শিশুরা তাজা বাতাসে শ্বাস নিক, নাকি আপনি তা চান না? আপনি না? | Sote tunaupenda mji tulimozaliwa na tunataka watoto wetu wavute hewa safi, au sivyo? |
33 | আপনি না ? উইবো ব্যবহারকারী “কং বাতিয়ান” ১৯৯৯ সালে কুমিঙ্গে বিশ্ব উদ্যানজাত প্রদর্শনকে স্মরণ করেছেন: | Mtumiaji mwingine wa (mtandao wa)Weibo “Kong Batian” alikumbuka [zh] Tamko la Dunia la Biashara ya Maua jijini Kunming mwaka 1999: |
34 | ১৪ বছর আগে, “২১ শতকে মানুষ এবং প্রকৃতির অগ্রযাত্রা” থিমের অধীনে কুমিং এর জনগণ গর্ব এবং উত্তেজনার সঙ্গে চীনে প্রথম বিশ্ব উত্পন্ন দ্রব্যাদির আন্তর্জাতিক প্রদর্শনীর সূচনা করেছিল! | Miaka 14 iliyopita, kwa kutumia kauli mbiu ya “mtu na mazingira, kuelekea karne ya 21″, watu wa Kunming walijivunia na kuhamasika katika Tamko la kwanza la Dunia nchini China! |
35 | ১৪ বছর পরে, ইউনানের মানুষ পরিবেশের জন্য যুদ্ধ করতে রাস্তাতে নেমেছে! | Miaka 14 baadae, watu wa Yunnan imebidi waingie mitaani kupambana kulinda mazingira yao! |
36 | এটা কুমিং এর মানুষের জন্য বিরাট বিদ্রূপ! | Huu ni ushupavu mkubwa kwa watu wa Kunming! |
37 | অনেক উইবো ব্যবহারকারীরা বিখ্যাত সাংবাদিক বাই ইয়াংসং এর লিখিত একটি কবিতা উদ্ধৃত করেছেন: | Watumiaji wengine wa Weibo walinukuu [zh] utenzi uliandikwa na mwandishi mashuhuri aitwaye Bai Yansong: |
38 | “আঙ্কেল এবং অ্যান্টি, আমরা নির্মল বাতাস চাই” সম্বলিত পোস্টার (সিনা উইবো থেকে নেওয়া) | Bango linasomeka “Mjomba na Shangazi, tunahitaji hewa salama!” (Kutoka kwenye mtandao wa Sina Weibo) |
39 | শীঘ্রই শহরটি ধীরে ধীরে ইতিহাস বিস্মৃত হবে। | Si muda mrefu jiji hili taratibu litafutika kwenye historia ya dunia. |
40 | সুন্দর কিংবদন্তি সবসময়ের জন্যই কিংবদন্তি। | Alama nzuri ya historia huendelea kuwa kuwa alama nzuri. |
41 | কেউ এর জন্য দায়ী হবে না, কারণ যার হওয়া উচিত বেশী সে ইতোমধ্যে শহর ছেড়ে গেছে এবং তাদের সন্তানদের ইতোমধ্যে অভিবাসন নিয়ে ফেলেছে। একটি জীর্ণ এবং দূষিত শহর যেটি একটি ক্যান্সার অঞ্চল - সেই শহরটি হচ্ছে কুমিং। | Hakuna atakayewajibishwa kwa sababu wale ambao wangefanya hivyo tayari wameshalihama jiji hili, na watoto wao wamehama, na hata watoto wao pia wameshaondoka, wakiliacha jiji lilijaa watu walioathirika vibaya na uchafuzi wa mazingira, eneo lenye magonjwa ya kansa…jiji hili linaitwa Kunming. |