# | ben | swa |
---|
1 | আফ্রিকার প্রাকৃতিক সপ্ত আশ্চর্য নির্বাচনের জন্য ভোট | |
2 | আফ্রিকার প্রাকৃতিক সপ্ত আশ্চর্য নির্বাচনের উদ্দেশ্য নাগরিকদের ভোট দেওয়ার জন্য এক বার্ষিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে, বর্তমানে যার ভোট প্রদান চলছে। | |
3 | সেভেন ন্যাচারাল ওয়ান্ডার নামের বৈশ্বিক এক মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান এই প্রতিযোগিতার আয়োজন করেছে এবং এই মুহূর্তে আফ্রিকা মহাদেশের ১২টি এলাকা এতে অন্তর্ভুক্ত। | |
4 | তালিকায় যে সমস্ত এলাকা এবার জায়গা করে নিয়েছে এবং যে সমস্ত এলাকা জায়গা করে নিতে পারেনি, তাদের সম্বন্ধে জানুন। | |
5 | ওকাভাঙ্গো বদ্বীপ, বাৎসোয়ানা | |
6 | ওকাভাঙ্গো বদ্বীপে জলহস্তীর গোসল,ওকাভাঙ্গো বিশ্বের সর্ববৃহৎ স্থল বদ্বীপ, ছবি জনের, উইকিপিডিয়া থেকে সিসি লাইসেন্স-এর দ্বারা প্রকাশ করা হয়েছে। | |
7 | ওকাভাঙ্গো বদ্বীপ এলাকা হচ্ছে বিশ্বের বৃহত্তম স্থল বদ্বীপ এলাকা, ওকাভাঙ্গো নদীর উপত্যকায় বৃষ্টির পানিতে এই বদ্বীপের সৃষ্টি হয়। | |
8 | নামিবিয়ার সরকার এখানে একটি জলবিদ্যুৎ স্টেশন তৈরি করার কথা চিন্তা করছে যা কিনা ওকাভাঙ্গো নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করবে, কিন্তু পরিবেশবাদীদের শঙ্কা এই যে, প্রকল্পটি বদ্বীপ এলাকার বেশীরভাগ জলজ উদ্ভিদ ও প্রাণী বিনষ্ট করবে। | |
9 | লোহিত সাগরের নীচের শৈলশিরা, মিশর, সুদান এবং ইরিত্রিয়া | |
10 | লোহিত সাগর হচ্ছে ভারত মহাসাগরের পানির দ্বারা সৃষ্টি একটি অংশ, যা কিনা আফ্রিকা এবং এশিয়া মহাদেশের মাঝে অবস্থিত। | |
11 | এর নিচে যে শৈলশিরা রয়েছে তা মিশর, সুদান এবং ইরিত্রিয়ার ১,২৪০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত এবং এই এলাকায় প্রায় ১,১০০ প্রজাতির মাছের আবাস । | |
12 | লোহিত সাগরের আনিথা গোল্ডফিশ, ছবি উইকিমিডিয়া কমন্স-এর, পাবলিক ডোমেইন-থেকে নেওয়া। | |
13 | মাউন্ট কেনিয়া, কেনিয়া মাউন্ট কেনিয়ার দেওয়াল, ছবি রাদু ভাটকু-এর (সিসি বাই -৩. | Kupigia Kura Maajabu Saba ya Dunia barani Afrika |
14 | ০) মাউন্ট কেনিয়া হচ্ছে কেনিয়ার সর্বোচ্চ এবং কিলিমানজারোর পর আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ পর্বতমালা। হাজার বছর ধরে এই পর্বতমালা তার শিখরে বরফের টুপি পড়ে আছে। | Shindano la kila mwaka limezinduliwa kwa ajili ya watu kupiga kura kuchagua maajabu saba yaliyo bora zaidi barani Afrika, na upigaji kura umeshaanza. |
15 | মাউন্ট কেনিয়ার প্রতিবেশ ব্যবস্থা ২০ লক্ষের বেশী মানুষের কাছে সরাসরি পানি পৌঁছে দিচ্ছে। | |
16 | বাওবাবস এভিনিউ,মাদাগাস্কার | |
17 | বাওবাবস এভিনিউ, মারোনডাভা, মাদাগাস্কার-এর স্থানীয় জনতা। | |
18 | ছবি উইকিমিডিয়া কমন্সের (সিসি বাই -এসএ -৩. | |
19 | ০) । দি এভিনিউ অফ দি বাওবাসো (বাওবাব নামক বৃক্ষের সড়ক) পশ্চিম মাদাগাস্কারের মেনাবে এলাকার মারোন্দাবা এবং বেলোনি-ই ত্রিশিরিবিহিনি নামক এলাকার মাঝামাঝিতে অবস্থিত। | |
20 | এটি হচ্ছে বাওবাব গাছের এক এলাকা, যার মধ্যে কয়েকটা ৮০০ বছরের পুরোনো, সেগুলো প্রায় ৩০ মিটার উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে এবং এই বিশেষ প্রজাতির গাছ মাদাগাস্কারের এখন বিপন্ন প্রায়। | |
21 | এই এলাকা সম্প্রতি সংবাদে উঠে আসে কারণ এই এলাকায় দবানাল ছড়িয়ে পড়ে যা কিনা বিশাল গাছের পাশে সদ্য রোপণ করা চারা পুড়িয়ে ফেলে। বেমারাহা স্টোন ফরেস্ট, মাদাগাস্কার | Shindano hili limeratibiwa kwa juhudi za watu wa kawaida ulimwenguni kote walioanzisha Maajabu Saba ya Dunia na kwa sasa wanahusisha tovuti 12 kutoka barani kote. |
22 | মাদাগাস্কারের তাসিনিগাই দে বেমারাহা স্ট্রিক নেচার (রুক্ষ) সংরক্ষিত এলাকা। ছবি উইকিপিডিয়ার (সিসি বাই -৩. | Fahamu orodha fupi ya washiriki na hata washindani walipendekezwa lakini hawakubahatika kuingia katika hatua ya kupigiwa kura mwaka huu. |
23 | ০) তাসিনিগাই দে বেমারাহা এটি প্রাকৃতিকভাবে সংরক্ষিত এলাকা, যা মাদাগাস্কারের মেলাইকা অঞ্চলের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত। | |
24 | এই প্রাকৃতিক পাথুরে উদ্যান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের এক সংরক্ষিত এলাকা। | |
25 | আর এই স্টোন ফরেস্ট-এর প্রধান আকর্ষণ হচ্ছে লাইমস্টোন নামে পরিচিত পাথরের ছুঁচালো পাথরসমূহ যা কিনা ভুপৃষ্ঠের অভ্যন্তরের পানি এবং বায়ুর সংঘর্ষের সৃষ্টি ক্ষয়ের কারণে তৈরি হয়েছে। | |
26 | জুমা রক, নাইজেরিয়া আবুজার কাছে জুমা রক নামের পাথর। | Delta ya Okavango Delta, Botswana |
27 | ছবি ফ্লিকারের জেফ আত্তাওয়াই-এর (সিসি বাই-২. | |
28 | ০) জুমা রক হচ্ছে ৭২৫ মিটার উঁচু একটা মনোলিথ পাথর, যা কিনা নাইজেরিয়ায় আবুজার রাস্তার পাশে অবস্থিত। | |
29 | এর অপর নাম আবুজার প্রবেশ পথ, মূলত আবুজায় যাবার পথ এখান থেক শুরু। | |
30 | ফার্নেস পিক, রিইউনিয়ন আইল্যান্ড। | |
31 | এপ্রিল ২০০৭-এ চূড়ায় উদগিরণ, ছবি ফ্লিকাররে জাতিক-এর (সিসি বাই এনসি-এসএ) | |
32 | লো পতি দে লা ফরনিসে ( আগ্নেয় চূড়া) একটি মুখগহ্বর ঢাকা আগ্নেয়গিরি যা কিনা ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপের পশ্চিমে অবস্থিত। | |
33 | আলড্রাব্রা এ্যাটোল, (প্রবাল প্রাচীর) সিশেলিস | |
34 | আলডাব্রা আইল্যান্ড, সিশেলিস, ছবি ফ্লিকারের জন শ-এর (সিসি-বাই -২. | |
35 | 0)। আলডাব্রা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরাল প্রবাল প্রাচীর এবং সিশেলিসের দ্বীপের অংশ। | |
36 | আলডাব্রা হচ্ছে পুরোপুরি মানব হস্তক্ষেপমুক্ত এবং বিশ্বের অতিকায় কচ্ছপদের সর্ববৃহৎ বসতি। | |
37 | মাউন্ট কিলিমানজারো, তানজানিয়া | twitter facebook reddit googleplus |
38 | কিলিমানজারোয়-এর কিবো, ছবি ক্রিস ৭৩-এর (সিসি-এনসি-বাই) | |
39 | কিলিমানজারো হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ এবং মুক্তভাবে দাঁড়িয়ে থাকা বিশ্বের সর্বোচ্চ পাহাড়, যার উচ্চতা ৫৮৯৫ মিটার। | |
40 | বর্তমানে কিলিমাজারোর বরফের স্তর ক্রমশ সঙ্কুচিত হচ্ছে এবং এর ক্রমশ পাতলা হয়ে যাওয়া, বিশ্বের মধ্য-নিম্ন দ্রাঘিমাংশের গ্লেসিয়ার-এর সঙ্কোচন-এর মত ঘটনা। | |
41 | বর্তমানে যে হারে বরফ গলছে, সেই অনুপাতে গলতে থাকলে ২০২২ থেকে ২০৩৩ সালের মধ্যে কোন এক সময়ে কিলিমানজারো পুরোপুরি বরফমুক্ত হয়ে পড়বে। | |
42 | নাগারোনাগারো ক্রাটার, তানজানিয়া | |
43 | নাগারোনাগোরো ক্রার্টার এক তরুণ সিংহ শিকারে ব্যস্ত। | |
44 | উইকিমিডিয়ার ছবি তুলেছে ব্রোকেন ইনাগ্লোরি (সিসি বাই ৩. | |
45 | ০) নাগোরোনাগোরো ক্রাটার বিশ্বের বৃহৎ, অভগ্ন এবং উন্মোচিত হয়নি এমন এক আগ্নেয় গর্ত, যা কিনা তানজানিয়ার উচ্চভুমি আরুশার পশ্চিমে অবস্থিত। | |
46 | এই ক্রাটার বা আগ্নেয় গর্ত পূর্ব আফ্রিকার বনভূমির প্রায় সকল প্রজাতির আবাসভুমি, এক হিসেব অনুসারে এই এলাকার মধ্যে প্রায় ২৫,০০০ জন্তু বাস করে। | |
47 | সেরেঙ্গাতি মাইগ্রেশন, তানজেনিয়া | |
48 | ওয়াইল্ডবিস্ট নামক প্রাণী নদী পার হচ্ছে, ছবি স্টিফান সোয়ানিপোল-এর উইকিপিডিয়া থেকে নেওয়া। | |
49 | (সিসি বাই -৩. | Email |
50 | ০) সেরেঙ্গেতি অভিবাসন হচ্ছে বিশ্বের দীর্ঘতম এবং সর্ববৃহৎ স্থল বন্য জন্তুর অভিবাসন। | |
51 | প্রতিবছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তানজানিয়ার দক্ষিণ সেরাঙ্গাতির নাগোরোনাগোরো এলাকা থেকে বিশাল আকারে বন্যপ্রাণীর এক অভিবাসন যাত্রা শুরু হয়। | |
52 | যখন এই বিশেষ সময় শুরু হয় তখন ১২ লক্ষ বন্য প্রানীর মধ্যে থেকে ৭৫০,০০০টি জেব্রা এই অভিবাসনে অংশ নেয়। | |
53 | সাহারা মরুভুমি | |
54 | উত্তর-পূর্ব চাদের এনাদির গুয়েলতা দা'আর্চের উট, ছবি উইকিপিডিয়া থেকে নেওয়া (সিসি-বাই-২. | |
55 | ০) সাহারা মরুভূমি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মরুভূমি। | |
56 | এই মরুভূমি, আলজেরিয়া, চাদ, মিশর, লিবিয়া, মালি মৌরিতানিয়া, মরোক্কো, নাইজার, পশ্চিম সাহারা, সুদান, এবং তিউনিশিয়ার খানিকটা অংশ জুড়ে ছড়িয়ে আছে। | |
57 | সাহারার দক্ষিণ সীমান্তে জুড়ে কম বৃষ্টিপাতে টিকে থাকতে পারে এমন তৃণভূমি ছড়িয়ে আছে, যাকে বলা হয় সাহেল। | |
58 | ব্লাগারদের পরামর্শ | |
59 | এই সংক্ষিপ্ত তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক বেশ কিছু প্রাকৃতিক বিস্ময় বাদ পড়ে গেছে। | |
60 | কাজে কয়েকজন ব্লগার তাদের নিজস্ব ব্লগের মাধ্যমে এই বিষয়ে নিজেদের পরামর্শ প্রদান করেছেন। | |
61 | এই বিষয়ে খানিকটা বিতর্ক ছিল যে কয়েকটি দেশের প্রাকৃতিক আশ্চর্যের নাম বেশ কয়েবার তুলে ধরা হয়ছে। | |
62 | অন্যদিকে যোগ্যতা সম্পন্ন কয়েকটি এলাকার নাম সেখানে আদৌও উল্লেখ করা হয়নি। | |
63 | ভিক্টোরিয়া জলপ্রপাত, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে | |
64 | জাম্বিয়া এবং জিম্বাবুয়ে সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত ইতোমধ্যে বিশ্বের সেরা সাত প্রাকৃতিক বিস্ময়ের তালিকায় ঠাঁই পেয়েছে। | |
65 | ভিক্টোরিয়া জলপ্রপাতের ধারে প্রাকৃতিক ভাবে তৈরি এক পুকুরে সাতার কাঁটা, লিভিংস্টোন আইল্যান্ড দিয়ে যেখানে যাওয়া যায়। | |
66 | ছবি উইকিমিডিয়া কমন্সের, ইয়ান রেসটাল তা পাবলিক ডোমেইনে প্রকাশ করেছে। | |
67 | ব্লাইদে রিভার ক্যানিয়ান (নদীর গিরিখাত) দক্ষিণ আফ্রিকা | |
68 | ব্লাইদ নদীর গিরিখাত যা কিনা মাপুমালাঙ্গা এবং ড্রাকেন্সবার্গ এসক্রাপমেন্ট-এর উত্তর পূর্বে দিকে গঠিত হয়েছে। | |
69 | এটা ১৬ মাইল (২৬ কিলোমিটার) দীর্ঘ এবং গড়ে প্রায় ২,৫০০ ফুট (৭৬২ মিটার) গভীর। | |
70 | এই গিরিখাতের বেশীর এলাকা পাথুরে (স্যান্ডস্টোন নামক পাথর দিয়ে তৈরি)। | |
71 | ব্লাইদে নদীর গিরিখাতের সেই অংশ যেখান দিয়ে পানি পড়ে (তার ক্রন্দন-শীল চেহারা)। | |
72 | ছবি উইকিপিডিয়ার পটোসিয়ো-এর (সিসি-বাই-৩. | |
73 | ০)। নির্বাচনী প্রক্রিয়ায় বাদ পড়ে গেছে এমন যে কোন সাইটের নাম নীচের মন্তব্য বিভাগে যোগ করতে কোন ধরনের অস্বস্থি বোধ করবেন না। | |