# | ben | swa |
---|
1 | মালি: হঠাৎ সামরিক অভ্যুত্থানে নাগরিকেরা স্তব্ধ | Mali: Raia Washtushwa na Mapinduzi ya Kijeshi |
2 | দলদ্রোহী সৈন্যরা রাষ্ট্রীয় টেলিভিশন ভবন এবং প্রেসিডেন্টের প্রাসাদ দখলে নেয়ার পর ঘোষনা করে যে তারা মালির ক্ষমতা দখল করছে। | Wanajeshi waasi wametangaza kwamba wametwaa madaraka nchini Mali , baada ya kukiteka kituo cha televisheni ya taifa pamoja na ikulu ya nchi hiyo. |
3 | তারা বলেছে প্রেসিডেন্ট আমাদু তুমানি তুরে'র সরকার মালি থেকে বিচ্ছিন্ন হওয়ার হুমকি দেয়া দেশটির উত্তরের তুয়ারেগ বিদ্রোহীদের বিরুদ্ধে ক্রমেই সহিংস হয়ে উঠা সংগ্রামে তাদের সেনাদলগুলোকে পর্যাপ্ত সমর্থন দিতে ব্যর্থ হয়েছে। | Wanadai serikali ya Rais Amadou Toumani Touré imeshindwa kutoa ushirikiano kwa vikosi vyake kijeshi katika mapambano dhidi ya waasi wa Tuareg kaskazini mwa nchi hiyo ambao wanataka kujitenga kutoka nchi hiyo. |
4 | অনেক নাগরিক ইতোমধ্যে নির্ধারিত ২৯ এপ্রিল, ২০১২ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনের এতো কাছাকাছি সময়ে সংঘটিত অভ্যুত্থানে কিংকর্তব্যবিমূঢ় এবং এ সম্পর্কে অনেক তত্ত্ব শোনা যাচ্ছে। | Raia wengi wamepatwa na mshtuko iweje mapinduzi yafanyike kipindi cha mwezi mmoja tu kabla ya uchaguzi uliokuwa umepangwa kufanyika tarehe 29 Aprili, 2012? Bila shaka kulikuwa na nadharia nyingine za kueleza tukio hilo na hatua hiyo ya kijeshi. |
5 | অভ্যূত্থানের নেতা মালির ক্যাপ্টেন সানোগো , @ইয়াংমালিয়ান-এর মাধ্যমে | Kiongozi wa Mapinduzi nchini Mali Kapteni Sanogo kupitia @Youngmalian |
6 | নবগঠিত গণতন্ত্র ও রাষ্ট্র পুনরুদ্ধার জাতীয় কমিটি (সিএনআরডিআর)-এর নেতা ক্যাপ্টেন সানোগো বলেছেন তারা এপ্রিলের নির্বাচন পর্যন্ত এই পরিবর্তন পরিচালনা করবেন। | Kapteni Sanogo ndiye kiongozi wa Kamati ya kijeshi ya Taifa ya Kurejesha Demokrasia na Nchi (CNRDR) ambao wanasema wataongoza serikali ya mpito mpaka uchaguzi utakapofanyika. |
7 | কমিটির একজন মুখপাত্র লেফটেন্যান্ট কানোরে বলেছেন তারা বর্তমান প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে দিলেও তাদের ক্ষমতা কুক্ষিগত করার কোনো ইচ্ছে নেই। | Msemaji wa kamati hiyo, Lieutenant Kanoré alisema kwamba ingawa wamesimamisha katiba na kuvunja taasisi zilizopo, hawana kusudio la kung'ang'ania madaraka. |
8 | অভ্যুত্থান সমর্থনকারী এবং প্রেসিডেন্ট তুরে'র অনুগত সেনাদের মধ্যে এখনো সংঘর্ষ চলছে। | Mapigano kati ya wanajeshi wanaounga mapinduzi hayo na wale wanaomwunga mkono Rais Toure bado yangali yakiendelea. |
9 | রাজধানী বামাকোতে কিছু কিছু রাজনীতিবিদ এবং উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। | Baadhi ya wanasiasa na maafisa wa ngazi za juu wameripotiwa kuwekwa kizuizini mjini Bamako, makao makuu ya nchini hiyo. |
10 | ঘটনার মোড় পরিবর্তনে মালির জনগণ কিছুটা হতবাক। | Raia wengi wa Mali wameshtushwa kwa kiasi kikubwa na mwelekeo wa matukio. |
11 | এখানে সশস্ত্র বিদ্রোহে [ফরাসী এবং ইংরেজী] ক্ষমতা দখলের সংবাদ শোনার পর কিছু প্রতিক্রিয়া: @দিসালিফু: আ্মি আমার দেশের জন্যে পবিত্র…#মালি | Hapa ni baadhi ya miitikio baada ya kufahamu kuwa wanajeshi waasi walikuwa wametwaa madaraka [fr na ing]: |
12 | @এনিপায়েপ: আসলেই লজ্জাস্কর আরটি @জুলিয়াসএসোকা আফ্রিকাতে আপনি রেস্তোরাঁ থেকে বের হলে নর্দমায় এসে পড়বেন #মালি | @Anniepayep: Kweli, Aibu RT@juliusessoka barani Africa, mnatoka hotelini kuja kuishia mtaroni #mali |
13 | @আবদু_দিয়ারা: একজন অনুগত সৈন্যের মতে মালির প্রেসিডেন্ট আমাদু তুমানি তুরে ভাল আছেন এবং নিরাপদ স্থানে আছেন বলে শোনা যাচ্ছে #মালি | @Abdou_Diarra: Rais wa Mali Amadou Toumani Touré anasemekana kuwa mzima mwenye afya njema na yu mahali salama kwa mujibu wa wanajeshi watiifu #Mali |
14 | @ইয়াংমালিয়ান: #এটিটি (মালি'র প্রেসিডেন্ট) গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং তার সময়কাল শেষ হবে জুনে। | @Youngmalian ATT (Rais wa Mali) alichaguliwa kidemokrasia na watu na madaraka yake yalikuwa yaishie mwezi Juni. |
15 | সৈন্যদের কাছে জনগণের পক্ষে কাজ করার কি অধিকার আছে #মালি | Wanajeshi wana haki gani ya kuchukua hatua kwa niaba ya watu wa #Mali |
16 | @ইবিরিতি: গণতন্ত্র শুধু নিয়মিত নির্বাচনের মাধ্যমে একটি অথর্ব দলকে পালটে আরেকটিকে বদলানো নয়। | @ibiriti: demokrasia haimaanishi tu ni mipangilio ya uchaguzi ili kubadili watu wasio na uwezo na kuwaweka wengine. |
17 | একে পণ্য (সেবা) দিতে হবে | Ni lazima itoe huduma |
18 | @ফিলিনদি: ব্যাংক + তেলের পাম্প বন্ধ #বামাকো #মালি-তে। | @philinthe_: Benki na vituo vya mafuta vilifungwa mjini #Bamako #Mali. |
19 | ট্যাক্সি চালকদের সাথে কথা বলে জানা গেছে তারা দ্বিগুণ ভাড়া চাচ্ছে। | Ninaongea na madereva teksi wanataka kulipwa mara dufu ya nauli inayofahamika. |
20 | সোতরামা এখনো ১০০ থেকে ১৫০ সিএফএ | Kwenda Sotrama bado ni kati ya sarafu za Mali CFA 100-150 |
21 | @তেমাইত: যাই হোক না কেন, অবশ্যম্ভাবীভাবেই একতা এবং জনগণ ও সংস্কৃতির মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন পরাজিত হবে #মালি | @temite: Chochote kitakachotokea, kitakachoathirika hakikosi kuwa ni umoja, umoja wa kidugu baina ya watu na utamaduni #Mali |
22 | নির্ধারিত নির্বাচন অনুষ্ঠানের কয়েক সপ্তাহ আগে অভ্যূত্থানের কারণ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র তত্বের উদ্ভব হচ্ছে [ফরাসী]: | Mpango wa siri unaonekana wazi kufuatia mapinduzi kufanyika majuma machache tu kabla ya uchaguzi ambao tayari umeshapangwa [fr]: |
23 | @দায়াতুস২: #মালি'র অভ্যূত্থানটি প্রত্যাশিত কারণ তৃতীয়বারের মতো ম্যান্ডেট পেতে #এটিটি (মালি'র প্রেসিডেন্ট)তুয়ারেগ বিদ্রোহ ঝুলিয়ে রেখেছিলেন। | @diatus2: Mapinduzi nchini #Mali yalitarajiwa kwa sababu ATT (Rais wa Mali) alikuwa anaruhusu hali hiyo kwa kulea waasi wa Tuareg (wakaazi wa kaskazini mwa nchi hiyo) kwa hiyo alikuwa akijiandalia mapinduzi yeye mwenyewe |
24 | @জিওভান্নিজোশু: #এটিটি (মালি'র প্রেসিডেন্ট) মালির উত্তরে সন্ত্রাসীদের বিরুদ্ধে কিছুই করছেন না কারণ সমস্যাগুলো হয়তো তাকে আগামী জুন পর্যন্ত নির্বাচন স্থগিত করার সুযোগ করে দিবে! | @Joe_1789: Ninalaani: Mapinduzi haya ambayo yalipangwa na wanajeshi walioziasi Nchi zizungumzao Kifaransa barani Afrika, dhidi ya Mali na Rais wake aliyechaguliwa kidemokrasia |
25 | @জো_১৭৮৯: আমি প্রত্যাখ্যান করি: আফ্রিকার ফরাসিভাষীদের ভাড়াটে সশস্ত্র ডাকাতদের করা এই অভ্যুত্থানটি মালি এবং এর নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে। | Ukurasa wa Twita wa Ofisi ya Rais wa Mali haukuwa na taarifa mpya tangu Machi 21 ilipokanusha kuangushwa kwa serikali hiyo [fr]: |
26 | ২১শে মার্চ অভিযুক্ত ক্ষমতা দখলটি অনুমোদন না করার পর থেকে মালির প্রেসিডেন্টের টুইটার একাউন্টটি আর আপডেট হয়নি [ফরাসী]: | @PresidenceMali: Tamko Rasmi la kukanusha uvumi: Waziri wa Ulinzi hajaumizwa wala kuwekwa kizuizini. |
27 | @প্রেসিডেন্টমালি: আনুষ্ঠানিক অস্বীকৃতি: প্রতিরক্ষা মন্ত্রীকে আঘাত করা বা গ্রেপ্তার করা হয়নি। | Yupo mezani kwake akiendelea na majukumu yake ya kila siku Email |
28 | তিনি তার অফিসে শান্তভাবে তার প্রাত্যহিক কর্ম সম্পাদন করছেন | Imeandikwa naLova Rakotomalala Imetafsiriwa na Christian Bwaya@bwaya |