# | ben | swa |
---|
1 | আল-সিসিকে অভিশাপ দেওয়ায় সৌদি আরবের মসজিদে সংঘাত | Mapigano Yalipuka Msikitini Baada ya Mhubiri Kumlaani el-Sisi |
2 | আজ শুক্রবারের নামাজের সময় একজন সৌদি ইমাম মিশরের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসিকে অভিশাপ দিলে রিয়াদের একটি মসজিদে সৌদি এবং মিশরীয়দের মধ্যে সংঘাত শুরু হয়। | Mapigano yamelipuka kweeye msikiti wa Riyadh kati ya Wa-Saudi na wa-Misri baada ya mhubiri wa ki-Saudi kumlaani Waziri wa Ulinzi wa Misri Generali Abdel Fattah el-Sisi wakati mawaidha ya swala ya leo ya Ijumaa. |
3 | সংঘাতটি ইউটিউবে আপলোড করার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনলাইনে এখনও অব্যাহত রয়েছে। | Mapigano hayo, yaliyowekwa kwenye mtandao wa YouTube, yamesambazwa mno na kuzua mjadala mkali kwenye mtandao wa intaneti. |
4 | ৪৬ সেকেন্ডের ভিডিওটি ইউটিউবের একাধিক অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়, যেটি আজ সৌদি ব্লগোস্ফিয়ারের মূল আলোচনায় পরিণত হয়েছে। | Video hiyo ya sekunde 46, ilipandishwa na watu mbalimbali kwenye mtandao wa YouTube, imekuwa ni mjadala wa siku miongoni mwa wanablogu wa ki-Saudi leo. |
5 | ইউএমইউএম০৭০৭ আজ একটি সংস্করণ আপলোড করেছে। এই পোস্টটি লেখার সময় পর্যন্ত সেটি ৭ লক্ষ ৫০ হাজার বার দেখা হয়েছে। | Katika toleo moja liliwekwa mtandaoni na umum0707, limetazamwa zaidi ya mara 750,000 wakati wa kuandikwa kwa makala hii. |
6 | সেখানে দেখা যাচ্ছে, আল ফেরদৌস মসজিদের ভিতরে সৌদি পোশাক পরিহিত একজন মানুষ তার পাগড়ি ও আগাল খুলে ফেলছে এবং অন্য একজন মিশরিয়কে আঘাত করছে। | Inaonyesha mwanaume aliyevalia mavazi ya ki-Saudi akivua kilemba chake, akimpiga mwanaume mwingine, Mmisri, ndani ya Msikiti wa Al Ferdous, baada ya Mmisri huyo kupinga kulaaniwa kwa el-Sisi. |
7 | আল-সিসিকে অভিশাপ দেওয়ায় লোকটি আপত্তি জানানোর পরেই ঘটনাটি ঘটেছে। | Ilikuwa kama ifuatavyo: https://www.youtube.com/watch? |
8 | https://www.youtube.com/watch? | v=un_l5tvTNe8 |
9 | v=un_l5tvTNe8 আল-সিসি এখন মিশরের প্রথম উপ প্রধানমন্ত্রী, যিনি মুসলিম ব্রাদারহুডের সদস্য সাবেক রাষ্ট্রপতি মোহামেদ মুরসিকে উৎক্ষাত করার পেছনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। | el-Sisi, ambaye pia ni Naibu Waziri Mkuu wa Kwanza wa Misri sasa, amehusika kwa kiasi kikubwa katika kumng'oa rais wa zamani Mohamed Morsi, mwanachama cha wa Udugu wa ki-Islamu. |
10 | মোহাম্মদ আল ওমর টুইটার এবং কুইপ্সে পোস্ট করা ভিডিওটিতে একটি লিঙ্ক [আরবী ভাষায়] দিয়েছেন: | Mohamed Al Omar aliweka kiungo hiki cha video katika mtandao wa twita na kusema [ar]: |
11 | টুইটারের হৈচৈ পূর্ণ কলহ যদি রাস্তায় নিয়ে যাওয়া হয় তাহলে এই সংঘাতটি যে সেখানেও ঘটবে এটি সেই বিশৃঙ্খলার প্রমাণ। | Mapigano haya ni ushahidi wa ghasia zitakazotokea kama yanayoendelea kwenye mtandao wa twita yatahamia mitaani. |
12 | ইব্রাহিম আল রাশিদ বলেন, ইমামের মিশরীয় রাজনৈতিক বিষয়াবলির মধ্যে ঢুঁ মারার কোন দরকার ছিল না: | Ibrahim Al Rasheed alisema mhubiri huyo hakuwa na haki ya kuzingumzia masuala ya Misri: |
13 | মিশরের মানুষ তাদের বিষয়াবলি সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখেন। মিশরীয়দের উপর অভিভাবক হিসেবে নিজেকে নিযুক্ত করা এই ইমামের জন্য ঠিক কাজ হয় নি। | Watu wa Misri wanao ufahamu wa kutosha kuhusu mambo yao na haifai kwa mhubiri huyu kujiajiri kama mlezi wa wa-Misri. |
14 | ভবিষ্যতে এই ধরনের ধর্মীয় নেতাদের কিভাবে মোকাবেলা করতে হবে সে ব্যাপারে অনেকেই পরামর্শ দিয়েছেন। | Wengine wanatoa maoni ya namna ya kushughulikia watu kama mhubiri huyo katika siku za usoni. |
15 | ইয়াজেদ আল-মগ্রেন লিখেছেনঃ | Yazeed Al-Mogren anaandika: |
16 | পরবর্তী সময়, যারা নামাজে থাকবেন তাঁদের ইমামের চোয়াল ভাঙ্গা উচিত, যাতে সে শিক্ষা পায় এবং দোয়ার সময় তার রাজনৈতিক মতামত দেওয়া বন্ধ করে। | Wakati mwingine, waumini wanapaswa kulivunja taya la muhubiri ili ajifunze na kuacha kuingiza maoni yake ya kisiasa kwenye mawaidha yake |
17 | তিনি আরও বলেনঃ | Anaongeza: |
18 | তারা বলছে সেই ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। | Inasemekana mhubiri huyo amekamatwa. |
19 | কিন্তু সে সব পশুরা কোথায় যারা মসজিদের পবিত্রতা নষ্ট করেছে এবং সেখানে মিশরীয়দের আঘাত করেছে ? | Je, wamefanyaje ng'ombe aliyenajisi msikiti na kuwapiga wa-Misri pale? |
20 | কখন তাঁদের গ্রেফতার করা ও বিচারের আয়তায় আনা হবে ? | Watakamatwa lini na kufunguliwa mashitaka? |
21 | আক্টিভিস্ট অয়ালেদ সুলাইস আক্রমনাত্মক আচরণের কোনো কারণ দেখতে পান না। সহিংসতা নয়। | Mwnaharakati Waleed Sulais haoni sababu ya hasira zisizo na sababu: |
22 | রাজনৈতিক পার্থক্য শান্তিপূর্ণ হওয়া উচিৎ। | Tuseme hapana kwa matumizi ya nguvu. |
23 | সহিংসতা তৈরি অথবা ক্ষমা করা সব দিক থেকেই অগ্রহযোগ্য। | Tofauti za kisiasa zapaswa kuwa kwa amani, na kuchagua matumizi ya nguvu, kwa namna yoyote, haikubaliki |
24 | অন্যদের অভিশাপ দেওয়া অগ্রহণীয় এবং যে কাউকে মারধর করা জঘন্য ব্যাপার। | Kuwalaani wengine haikubaliki na kumpiga yeyote anayepinga hilo haifai. |
25 | মানুষের মর্যাদা আছে। | Watu wanastahili heshima. |
26 | আজিজ নোট লিখেছেনঃ | Aziz anabainisha: |
27 | ধর্মনিরপেক্ষতার ব্যাপারে তাঁদের হাসি পায় যখন তাঁরা বলে, ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল থাকায় দ্বন্দ্ব সৃষ্টি হবে। | Waliwacheka wasioongozwa na mitazamo ya kidini waliposema kuwa na vyama vyenye itikadi za kidini kutasababisha migogoro hata misikitini. |
28 | এমনকি মসজিদের ভেতরে। | #عراك_جامع_الفردوس |
29 | এবং মজিদ বান্দার বিন্দুর সাথে সংযোগ করেছেন। | - عَزِيْز (@llAMZll) August 23, 2013 |
30 | আল-সিসি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ উভয়কে ইমাম অভিশাপ দিয়েছেন। | Na Mazeed Bandar anaunganisha nukta kupata maana kamili. Mhubiri anasemekana kuwalaani el-Sisi na Rais wa Syria Bashar Al Assad. |
31 | তিনি টুইট করেছেনঃ | Anatwiti: |
32 | এই ইমাম জানে না যে বাশার রুশ অস্ত্র দিয়ে আর সিসি আমেরিকান অস্ত্র দিয়ে মানুষ মারছে। | |