Sentence alignment for gv-ben-20110408-16957.xml (html) - gv-swa-20110412-2003.xml (html)

#benswa
1আইভরি কোস্ট: গাবাগাবো প্রতিরোধ করছে, আফ্রিকা প্রতিবাদCôte d'Ivoire: Gbagbo agoma, Waafrika waandamana
2এই প্রবন্ধটি আইভরি কোস্টের অস্থিরতা ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Makala hii ni miongoni mwa makala zetu maalumu kuhusu Vurugu za mwaka 2011 nchini Ivory Coast
3আইভরি কোস্টের প্রাক্তন রাষ্ট্রপতি লরা গাবাগাবো এখনো দেশটির এক বাঙ্কারের মধ্যে অবস্থান করে আছে।
4সে ২০১০-এর রাষ্ট্রপতি নির্বাচনে নিজের পরাজয়ের বিষয়টিকে অস্বীকার করে নিজের গ্রেফতার হওয়াকে প্রতিরোধ করে যাচ্ছে।
5তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করার লক্ষ্যে ফ্রান্সের সেনাবাহিনী এক অভিযানে অংশগ্রহণ করেছে। বিষয়টি ফরাসী রাজনীতিবীদ এবং নাগরিকদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে [ফরাসী ভাষায়], একই সাথে তা ফ্রান্সে বাস করা আফ্রিকার নাগরিক সম্প্রদায়ের মাঝেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।Wakati Rais wa zamani wa Côte d'Ivoire Rais Laurent Gbagbo akiwa bado amejichimbia ndani yahandaki nchini humo, akigoma kukamatwa kwa kuendelea kukataa kushindwa kwenye uchaguzi wa mwaka 2010, ushiriki wa Ufaransa katika harakati za kumng'oa zinasababisha miitikio miongoni mwa wanasiasa na raia wa Ufaransa [fr], pamoja na jamii ya Waafrika waishio Ufaransa..
6২৬ মার্চ, ২০১১-এ, ফ্রান্সের রাজধানী প্যারিসে গাবাগাবো-পন্থীদের বিক্ষোভ, ছবি ফ্লিকার ব্যবহারকারী এএনডাব্লিউ.
7ফ্রা-এর (সিসি বাই-এনসি-এসএ ২. ০)। প্যারিস থেকে দোয়ালাMaandamano ya wanaomwunga mkono Gbagbo Jijini Paris, Machi 26, 2011.
8৬ এপ্রিল, ২০১১-তে, প্যারিসে জাতীয় পরিষদের সামনে এক বিক্ষোভের আয়োজন করা হয়।Picha ya mtumiaji wa Flickr anw.fr (CC BY-NC-SA 2.0). Kuanzia Paris mpaka Douala
9মামোও৯২২ নামক ইউটিউব ব্যবহারকারী এর বেশ কয়েকটি ধারাবাহিক ভিডিও পোস্ট করেছে, যাতে বিষয়টি প্রদর্শিত হচ্ছে। নীচের ভিডিওটিতে আপনি দেখতে পাবেন বিক্ষোভকারীরা একটি সরকারি ভবনের সামনে ফরাসী নিরাপত্তা বাহিনীর মোকাবেলা করছে:Siku ya Aprili 6, 2011, maandamano yaliandaliwa mbele ya Jengo la Bunge la Ufaransa jijini Paris, kama yanavyooneshwa na mfululizo wa video zilizowekwa na mtumiaji wa You tube Mamou922 Katika video hii inayofuata, tunaona umati mkubwa wa watu ukielekea viliko vikosi vya Ufaransa vinavyolinda jengo la umma:
10৫ এপ্রিল, ২০১১, ক্যামেরুনের অর্থনৈতিক রাজধানী দোয়ালায়, সেখানকার ট্যাক্সি ড্রাইভাররা লরা গাবাগাবোর প্রতি সমর্থন প্রদর্শন করার জন্য শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়।Siku ya April 5, 2011, mjini Douala, mji mkuu wa kibiashara wa Kameruni, Madereva wa Moto Taxi walikusanyika katikati ya mji kwa minajili ya kuonesha wanavyomwuunga mkono Laurent Gbagbo.
11নীচের ভিডিওটি ওয়াট টিভিতে পোস্ট করেছে গ্রি-গ্রি ইন্টারন্যাশনাল, এটি একটি সংবাদ ব্লগ:Video ifuatayo iliwekwa kwenye Wat TV na Gri-Gri International, blogu ya habari:
12manif à Douala contre l'ingérence internationale - la prochaine fois, devant l'ambassade de France ? Vidéo Gri-Gri-International sélectionnée dans TV/Sériesmanif à Douala contre l'ingérence internationale - la prochaine fois, devant l'ambassade de France ?
13এই ভিডিওর এক সাক্ষাৎকার, বিষয়টি বিশ্লেষণ করেছে:Vidéo Gri-Gri-International sélectionnée dans TV/Séries
14আইভরি কোস্টের সমস্যা সমগ্র আফ্রিকার জন্য এক চিন্তার বিষয় […] আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং ফ্রান্সকে সতর্ক করে দিতে চাই, তারা আইভরি কোস্টে যা করছে, তা যেন বন্ধ করে। […]Mmoja wa waliohojiwa kwenye video hiyo anaeleza: Tatizo la Côte d'Ivoire linawagusa Waafrika wote […] tunaionya jamii ya kimataifa na Ufaransa kusitisha mara moja kile wanachokifanya nchini Côte d'Ivoire […]
15ক্যামেরুনের স্বাধীনতার যুদ্ধের সময় যা ঘটেছিল তা উল্লেখ করে, সে যোগ করছে:Akirejea kile kilichotokea Kameruni wakati wa vita vya kupigania uhuru nchini humo, anaongeza:
16আজ আমরা বুঝতে পারছি যে, এখন থেকে ৫০ বছর আগে ফ্রান্স আমাদের পিতামাতাকে হত্যা করেছিল, সেটি ছিল সত্যি।Leo tunaelewa kuwa ni ukweli mtupu kwamba Ufaransa iliwaua wazazi wetu miaka 50 iliyopita
17দূতাবাস বিষয়ক সমস্যাTatizo la Majengo ya Ubalozi
18৭ এপ্রিল, ২০১১-এ তারিখের সকাল বেলা ফরাসী প্রতিরক্ষা মন্ত্রী জের্রাড লংগুয়ে ফরাসী সিনেট কমিশনের সামনে পররাষ্ট্র বিষয়ক সংবাদ প্রদান করছেন [ফরাসী ভাষায়]।Waziri wa Ulinzi wa Ufaransa Gérard Longuet aliiarifu [fr] Tume ya Mambo ya Nje ya Baraza la Seneti la Ufaransa asubuhi ya Aprili 7, 2011.
19তিনি সংবাদ প্রদান করেন যে যে বাহিনী লরা গাবাগাবোকে রক্ষা করে যাচ্ছে তাদের সংখ্যা প্রায় ১,০০০ এবং কোকোডিতে অবস্থিত রাষ্ট্রপতি প্রসাদ (যেখানে গাবাগাবো পালিয়ে আছে) দখলে আনার ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে সেই এলাকার চারপাশে অজস্র বিদেশী দূতাবাস রয়েছে।Aliarifu kwamba vikosi vinavyomlinda Laurent Gbagbo ni kadri ya 1000 na akaeleza kwamba ugumu mkubwa kuhusiana na namna ya kuyavamia makazi ya Rais sehemu ya Cocody (anakojificha Gbagbo) ni uwapo wa ofisin nyingi za kibalozi zinazolizunguka eneo hilo.
20এই সকল দূতাবাস দ্রুত কৌশলগত এবং সৈন্য সমাবেশের এলাকায় পরিণত হয়েছে:Maeneo hayo yamekuwa kwa haraka ni mbinu na ujanja wa kujilinda.
21200 hommes pour défendre Gbagbo ?200 hommes pour défendre Gbagbo ?
22Vidéo LCIWAT sélectionnée dans ActualitéVidéo LCIWAT sélectionnée dans Actualité
23ফরাসী সংবাদপত্র জেডিডি ফরাসী ইউনিকর্ন সেনাদের দ্বারা আবিদজানে, তার বাসভবন থেকে জাপানী রাষ্ট্রদূতকে উদ্ধারের সংবাদ, পত্রিকাটির ফেসবুকের পাতায় পোস্ট করেছে। এই বাসভবনটি ৬ এপ্রিলের রাতে ভাড়াটে সেনারা দখল করে নিয়েছিল।Gazeti la Ufaransa JDD liliweka kwenye ukurasa wake wa Facebook uokoaji uliofanywa na vikosi vya majeshi ya UNICORN kwa balozi wa Japani ili kumtoa kwenye makazi yake mjini Abidjan, ambayo yalivamiwa na wanajeshi mamluki usiku wa April 6. Chanzo cha Video hii ni Wizara ya Ulinzi ya Ufaransa:
24এখানে যে ভিডিওটি প্রদান করা হয়েছে, তা ফরাসী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে পাওয়া।
25আফ্রিকার প্রধান ফরাসী ভাষী সংবাদপত্র জেউনে আফ্রিকের মতে, এ্যাঙ্গোলার ১০০ জন বিশেষ সেনা [ফরাসী ভাষায়] গাবাগাবোর সামরিক বাহিনীর সেনাদের সাথে লড়াই করছে, যে সব সেনা রাষ্ট্রপতি বাসভবনের বাঙ্কার রক্ষা করে চলছে।Kwa mujibu wa Jeune Afrique, tjarida kubwa la Kiafrika litokalo katika lugha ya kifaransa, vikosi maalumu 100 vya Angola [fr] vinayaongezea nguvu majeshi ya Gbagbo wanaolilinda handaki ambalo kiongozi huyo wa zamani anaendelea kujifichia humo.
26আইভরি কোস্টের প্রাক্তন এই নেতা এখন এই বাঙ্কারে লুকিয়ে আছেন।