# | ben | swa |
---|
1 | জর্জিয়া: চল যৌনতার কথা বলি… | Georgia: Hebu Tuongelee Tendo la Ngono… |
2 | জর্জিয়ার সোশাল মিডিয়া বা সামাজিক প্রচার মাধ্যমের সবচেয়ে গুঞ্জরিত বিষয় রাজনীতি, নির্বাচন, ক্রীড়া, সমস্যা, ভূকম্প, অথবা বিপর্যয় নয়। | Pengine mada iliyotawala katika vyombo vya uanahabari wa kijamii vya Georgia haikuwa siasa, uchaguzi, matatizo, matetemeko ya ardhi au majanga. |
3 | তার বদলে বলা যায় এই মাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয় এক নতুন টেলিভিশন অনুষ্ঠান। এর নাম ঘাহমে সোহরেনাস্টান। | Badala yake, mada iliyojadiliwa sana ilikuwa inahusu kipindi kipya cha televisheni, Ghame Shorenastan. |
4 | এটি আইমেডি টিভিতে প্রদর্শিত হয়। অনুষ্ঠানের শিরোনাম অনুবাদ করলে দাঁড়ায় “সোহরেনার সাথে একরাত” এবং এই অনুষ্ঠানে যৌনতা নিয়ে আলোচনা করা হয়। | Kinachoonyeshwa kwenye Imedi TV, jina la kipindi hicho linatafsirika kama Usiku pamoja na Shorena na kinaongelea mada zinazohusu tendo la ngono. |
5 | এ ধরনের অনুষ্ঠান জর্জিয়ার টেলিভিশনে প্রথম। দেশটির প্রাক্তন প্লেবয়ের প্লেমেট (প্লেবয় নামক যৌন পত্রিকার বিশেষ ব্যক্তি) সোহরেনা বেগাসভিলি অনুষ্ঠানে থাকায়, এই অনুষ্ঠান অনলাইনে প্রচুর মতামত পেয়েছে। | Kwa kuwa ni wa kwanza kufanya hivyo, na msichana wa zamani wa Ki-Georgia wa Playboy, Shorena Begashvili, kipindi hicho kilipokea marejeo mengi katika wavuti, yote yale yaliyo hasi nay ale yaliyokuwa chanya. |
6 | এইসব মতামতের মধ্য ইতিবাচক ও নেতিবাচক, উভয়ের ধরনের মত রয়েছে। | |
7 | নাইটগ্রাভিটি এই ধরনের অনুষ্ঠানে উৎসাহিত বোধ করছেন। | Mwanablogu NightGravity bila ya shaka alivutiwa. |
8 | এই অনুষ্ঠান কাজ করবে। | kipindi hiki kitafanya kazi. |
9 | আমি নিশ্চিত এটি প্রচুর জনপ্রিয়তা লাভ করবে। ততটা বিখ্যাত নয় এমন ব্যক্তি এবং রক্ষণশীল লোকেরাও এই অনুষ্ঠান দেখবে। | Nina hakika watu wengi maarufu, wasio maarufu sana na wahafidhina pia walikiangalia. |
10 | সকলেই একমত যে জর্জিয়ার টেলিভিশনে যৌনতার মত বিষয় নিয়ে এক টিভি অনুষ্ঠান থাকা উচিত এবং এ রকম সমালোচনা ছিল কৌশলগত প্রকৃতির, যেমন এক সমালোচক লুকরেনক এ ধরনের সমালোচনা করেছেন। | Kila mtu alikubali kuwa Georgia inahitaji programu ya televisheni kuhusu ngono na mengi ya maoni hasi, kama ukosoaji huu uliofanywa na Lukrenc, yalikuwa yanahusu zaidi masuala ya kiufundi. |
11 | এই অনুষ্ঠান সম্বন্ধে বলা যায়, এখানে নি:সন্দেহে কৌতূহলী এবং যৌন আবেদনময়ী উপস্থাপিকা রয়েছে- যার নাম সোহরেনা বেগাসভিলি- কিন্তু এই অনুষ্ঠান তেমন কিছুই না- এই অনুষ্ঠান দেখে আমার মনে হয়েছে, আমি ‘সেরা দশ সঙ্গীত ভিডিও-র মত' এক অনুষ্ঠান দেখছি। | |
12 | জর্জিয়ার জনপ্রিয় ব্লগার টোমুসাকা। তিনি এই অনুষ্ঠান নিয়ে বেশ কিছু পোস্ট লিখেছেন এবং তিনি এর প্রত্যেকটি অনুষ্ঠানের পর্যালোচনা করেছেন। | Kipindi hiki, kina mtangazaji ambaye bila ubishi anavutia - Shorena Begashvili - lakini kipindi chenyewe hakivutii sana - nilidhani kuwa ninatazama “Kumi Bora za Video za Muziki”. |
13 | ভদ্রমহিলা এই অনুষ্ঠানের কৌশলগত দিক নিয়ে সমালোচনা করেছেন। | Mwanablogu mashuhuri wa Georgia Tomushka aliweka makala kdhaa kuhusu kipindi hicho na kuchambua kila onyesho. |
14 | এর মধ্যে কোন মূল বিশেষ বিষয় নেই। | Pia alikosoa upande wa kiufundi. |
15 | এটি অনেকটা এমটিভির এক অনুষ্ঠানের মত। | Hakikuwa na mada kuu, na kilionekana kama programu ya MTV. |
16 | ৪৫ মিনিটের এই অনুষ্ঠানে ২০ মিনিট বিজ্ঞাপন এবং ২০ মিনিট ধরে এমটিভির গানের ভিডিও দেখতে হয়: ডি; শেষ ৫ মিনিট এখানে কেমন আছেন বলে সবাইকে বিদায় জানানো হয়, এই সাথে বলা হয়, “যৌনতা খারাপ নয়, যৌনতা ভালো”:ডি | Katika dakika 45 kulikuwa na dakika 20 za matangazo na dakika 20 za video za nyimbo za MTV:D dakika 5 za mwisho zilikuwa “Haloo, kwa heri, ngono si kitu kibaya, tendo la ngono ni zuri” :D |
17 | লিসোহটোটা এমনকি এই অনুষ্ঠান নিয়ে এক অনলাইন জরিপ পরিচালনা করেছেন। | Lishtota aliitisha kura ya kwenye mtandao akiuliza “Ni lini kipindi cha “Usiku pamoja na Shorena” kitafutwa?” |
18 | এই জরীপে প্রশ্ন করা হয়েছিল, “কখন সোহরেনার সাথে এক রাত” অনুষ্ঠান বাতিল করা হবে? | [1. Mwezi mmoja au mapema zaidi (40%); 2. Miezi kadhaa (28%); hakitafutwa (31%)] |
19 | [১. এক মাসের মধ্যে অথবা আরও আগে (৪০ শতাংশ ব্যক্তি একই মত পোষণ করেন); ২) কয়েক মাস পরে (২৮ শতাংশ ব্যক্তি একই মত পোষন করেন); এই অনুষ্ঠান আদৌ বাতিল হবে না (৩১ শতাংশ ব্যক্তি একই মত পোষণ করেন)।] | Mwanablogu mwingine, Giorgi Benashvili alishangazwa na kwamba watu hawakupinga vikali dhidi ya kipindi, hasa kwa vile waandishi na watengenezaji walitarajia kasheshe. |
20 | আরেকজন ব্লগার গিয়র্গি বেনাসভিলি বিস্মিত যে, এই অনুষ্ঠানের বিরুদ্ধে লোকজন তেমন শক্তিশালী ভাবে প্রতিক্রিয়া দেখায় নি। বিশেষ করে লেখক এবং এই অনুষ্ঠানের পরিচালক এর বিরুদ্ধে কিছু দুর্নাম আশা করেছিল। | “Leo hii, katika mwaka wa 2009, kufundisha matendo ya ngono kupitia televisheni hakuna umuhimu tena - hili ni hitimisho ambalo limefikiwa kutokana na ukimya ambao ulikikaribisha kipindi na ambao haukutarajiwa nami au na waandishi wake. |
21 | “আজ, ২০০৯ সালে, টেলিভিশনের মাধ্যমে যৌন শিক্ষা দেওয়া তেমন আর প্রাসঙ্গিক বিষয় নয়- এভাবেই এই অনুষ্ঠান সম্পর্কে উপসংহার টানা হয়, কারণ যে ভাবে নিরবতার মাধ্যমে এই অনুষ্ঠানকে সংবর্ধনা জানানো হয়েছে, তা এর লেখক বা আমার কাছে আশাপ্রদ বলে মনে হয়নি। | |
22 | যদি এই অনুষ্ঠানটি ২০০১ সালে তৈরি করা হত, তা হলে আমি কল্পনা করি এর প্রভাব বর্তমানে যেমনটা পড়েছে তার বিপরীত হত”। | Kama kipindi hicho kingetengenezwa mwaka 2001, ninaweza kufikiria athari zake, tofauti na zile tulizoziona hivi sasa.” |
23 | বাস্তবতা হচ্ছে এই অনুষ্ঠান সম্বন্ধে তেমন প্রতিকূল প্রতিক্রিয়া না থাকা, অনেকের মনে ধারণা দেয় যে সমাজ বা অন্তত অনলাইন সমাজ এই ধরনের অনুষ্ঠান গ্রহণে তৈরি। | Kwa kweli, kukosekana kwa maoni mabaya kunapelekea wengi kuamini kuwa jamii, au kwa uchache ile iliyo kwenye mtandao, ilikuwa tayari kwa ajili ya kipindi kama kile. |
24 | ব্লগের অনেক পোস্ট এবং ফোরামে এমনকি এই অভিযোগ করা হয়েছে যে, এই অনুষ্ঠানে যথেষ্ট পরিমাণ তথ্য থাকে না, যেমন একটি মন্তব্যে অভিযোগ করা হয়েছে। | Makala nyingi kwenye blogu na majukwaa zinalalamika kuwa kipindi kile hakikuwa kinaelimisha vilvyo, kama ambavyo moja ya maoni linavyolalamika. |
25 | নিশ্চিতভাবে বলা যায় মেয়েটা সুন্দর, সকলকিছু [অনুষ্ঠান-ডি।] আমাদের জীবনের মত-শীতলতা মুড়ে দেওয়া হয়েছে এক অসংযত চাদরে। | Kwa hakika msichana ni mzuri. Kila kitu [kipindi - D.] kilikuwa kama maisha yetu - ubaridi mgando uliofungwa kwenye karatasi ya kuvutia. |
26 | যৌনতা আমাদের এক স্বপ্নের কথা স্মরণ করিয়ে দেয় :ডি :ডি | Ngono ilibakia kama ndoto :D :D |
27 | সম্ভবত এই টেলিভিশন অনুষ্ঠান এক যৌন বিপ্লব ঘটিয়ে দেবার আশা করেছিল, কিন্তু তা করতে ব্যর্থ হয়েছে, কারণ জর্জিয়া ইতোমধ্যে “সোভিয়েত ইউনিয়নে কোন যৌন বিষয় থাকবে না” জাতীয় মানসিকতা থেকে বের হয়ে আসতে পেরেছে। | Pengine kipindi kile kilitumaini kufanya mapinduzi katika ngono, lakini kilishindwa kwa sababu Georgia imekwishaweza kuhepa kutoka kwenye ile kasumba ya “hakuna ngono katika Muungano wa Jamhuri za Kisovieti (USSR).” |
28 | এই বিষয়টি এ দেশে আর নিষিদ্ধ কোন বিষয় নয় এবং হয়তো ইতোমধ্যে এক যৌন বিপ্লব ঘটে গেছে, যদিও এক মসৃণ বিপ্লব। | Mada hii si mwiko tena na pengine mapinduzi ya ngono yamekwishatokea, hata kama ni ya hariri. |