# | ben | swa |
---|
1 | চীন: শক্তিশালী রাষ্ট্র, গরিব জনগণ | China: Nchi Imara, Watu Maskini |
2 | রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জুনের ২৮ তারিখে প্রচারিত এক অনুষ্ঠানে জানায় যে, চীন ২০১০ এর শেষে ৮ ট্রিলিয়ন ইয়ান (১. ১৮ ট্রিলিয়ন ডলার) {১ ট্রিলিয়ন=১,০০০,০০০,০০০,০০০} রাজস্ব আয়ের কথা চিন্তা করছে। | Shirika la utangazaji la taifa CCTV liliweka wazi mnamo tarehe 28 Juni kuwa China inatarajia kupata yuani trilioni 8 (sawa na dola trilioni 1.18) katika mapato ya fedha kufikia mwisho wa 2010. |
3 | এই পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রের পরেই চীনকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আয়ের দেশে পরিণত করবে। | Mapato hayo kitaifanya China kuwa nchi ya pili kwa ukubwa wa mapato ya fedha baada ya Marekani. |
4 | এতে মনে হচ্ছে চীন একটি শক্তিশালী দেশ হিসেবে তার স্বপ্নকে উপলব্ধি করতে পেরেছে, তবে নেট নাগরিকদের এই সংবাদে খানিকটা সংশয় রয়েছে, কারণ সম্পদের অসম বণ্টন। | Inaoneka kuwa China imefanikisha ndoto yake ya kuwa taifa imara, hata hivyo, raia wa kwenye mtandao wamekuwa na mashaka kuhusu taarifa hiyo kwa sababu ya mgawanyo wa utajiri usio sawa. |
5 | রাজস্ব আয়ের ক্ষেত্রে এক ধাক্কায় বিশাল পরিমাণ এগিয়ে যাওয়া | “Hatua Kuu Mbele” katika mapato ya fedha |
6 | অনলাইনে সাম্প্রতিক ঘটনাবলীর (কারেন্ট এফেয়ার্স) উপর মন্তব্যকারী, হোজিনলিঙ্গ বলছে যে “এক লাফে বিশাল পরিমাণ রাজস্বের বৃদ্ধি” তা রাষ্ট্রের জন্য সহনশীল নয়। | Mtaalamu wa mambo katika wavuti, Hou Jinliang, anasema kuwa “Hatua Kuu Mbele” ya namna hiyo haistahimiliki. |
7 | …এখন অর্থনৈতিক ভাবে আমাদের রাজস্ব আয় রকেটের গতিতে বেড়েছে এবং রাজস্ব আয়ের দিক থেকে আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশে পরিণত হয়েছি। | …na sasa vile mapato yetu ya taifa yamepakia katika kombora na kuwa ya pili duniani. |
8 | অন্যদিকে নাগরিকদের আয় বৃদ্ধি শামুকের পিঠে চড়ে এগিয়েছে। | Kwa upande mwingine, vipato vya watu vinaendelea kupakiwa ndani ya konokono. |
9 | ২১ এপ্রিল, ২০১০-এ আইএমএফ যে তথ্য প্রদান করছে তাতে দেখা যাচ্ছে, ২০০৯ সালে চীনের জনগণ, গড় আয়ের দিক থেকে বিশ্বে ১০৯ নাম্বারে অবস্থান করছে। | Takwimu za IMF za tarehe 21, Aprili, 2010 zilionyesha kwamba kipato cha wastani cha Mchina mwaka 2009 kilishika nafasi ya 109 duniano. |
10 | এটি দেখায় যে দ্রুত “লাফিয়ে রাজস্ব আয় বৃদ্ধির” ঘটনায় আমাদের গর্ব করার কিছু নেই। | Hii inaashiria kuwa hatutakiwi kujisifu kuusu “Hatua Kuu Mbele” ya mapato ya fedha. |
11 | এর বিপরীতে আমাদের বর্তমান পরিস্থিতির উপর নজর দেওয়া উচিত। | Na kinyume chake, inatupasa tutafakari juu ya hali ilivyo sasa. |
12 | ব্লগার ১৭৪১৫৯৬৫০৭ সাধারণ জনতার মাঝে তুলনামূলক বঞ্চনার এক অনুভূতির বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেছে: | Mwanablogu, 1741596507, anafafanua zaidi juu ya hisia za dhiki kati ya watu wa kawaida: |
13 | এটি দেশটির অর্থনীতিতে রাজস্ব আয় এবং জনতার জীবনযাত্রা, একবারে বিপরীত বাস্তবতা তুলে ধরছে: নিম্ন আয়, সামাজিক নিরাপত্তার ও সুবিধার অভাব, স্বাস্থ্যসেবার অভাব ও শিক্ষায় ভর্তুকি প্রদান কমিয়ে আনা, মুদ্রার উল্টো পিঠের গল্প, সম্পত্তি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমেই বাড়ছে এবং নাগরিকদের বিশাল পরিমাণ কর দিতে হচ্ছে। | Kuna tofauti kubwa kati ya mapato ya taifa na maisha ya watu: vipato vya chini, ukosefu wa kinga za kijamii na mafao, ukosefu wa huduma za afya na kupungua kwa ruzuku ya elimu. Katika upande mwingine wa sarafu, bei za nyumba na bidhaa za walaji zinazidi kuongezeka na watu wanatakiwa kulipa viwango vikubwa vya ushuru. |
14 | শক্তিশালী দেশ, দরিদ্র্য জনতা বাই ইয়েন উপসংহার টেনেছে যে, চীন একটি শক্তিশালী দেশ, কিন্তু তার নাগরিকরা দরিদ্র্য রয়ে গেছে: | Nchi imara, watu masikini Bai Yen anahitimisha kuwa China ni nchi imara, lakini watu wake wanaendelea kuwa masikini: |
15 | এই দেশে ধনীরা আরো ধনী এবং দরিদ্র্য আরো দরিদ্র্য হচ্ছে। | Katika nchi hii, nmatajiri wanakuwa matajiri zaidi wakati masikini wanakuwa masikini zaidi. |
16 | সরকারি কর্মকর্তারা যেখানে ধনী হচ্ছেন, সেখানে সাধারণ নাগরিকরা গরিব রয়ে যাচ্ছে। | Wafanyakazi wa serikali ndio matajiri zaidi wakati watu wa kawaida ni masikini zaidi. |
17 | বর্তমানে জাতীয় অর্থনীতিতে রাজস্ব আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আমরা এখন সরকারের মুখ আরো উজ্জ্বল করতে আরো অসাধারণ সব অলিম্পিক প্রতিযোগিতা এবং বিশ্ব বাণিজ্য মেলার আয়োজনের পরিমাণ বৃদ্ধি করতে পারব। | Na hivi sasa wakati mabapo mapato ya fedha ya taifa yameongezeka, tunaweza kuwa na mashindano makubwa zaidi ya Olimpiki pamoja na maonyesho ya dunia ili kuiangaza sura ya serikali. |
18 | যদি আয় বিতরণ কাঠামোর মধ্যে কোন পরিবর্তন না আনা হয়, তা হলে দেশটি যত ধনী হোক না কেন, তা সাধারণ জনগণের জন্য অর্থহীন বিষয় হয়ে দাঁড়ায়। | Ikiwa muundo wa mgawanyo wa mapato haubadiliki, hata nchi iwe tajiri namna gani, haina maana yoyote kwa watu wa kawaida. |
19 | ঋণের ভারে স্থানীয় সরকার | Serikali za miji zina madeni |
20 | সোয়ালঙ্গগিংগ তুলে ধরছেন যে চীনের স্থানীয় সরকারও গরিব: | swlonging anaonyesha kuwa serikali za miji nazo pia ni masikini: |
21 | চীনের স্থানীয় অনেক সরকারও দরিদ্র্য মানুষের মতই গরিব এবং অনেকে আবার ঋণভারে জর্জরিত। | Serikali za miji zinafanana na watu masikini na nyingi zina madeni. |
22 | ১৯৯৪ সালে আনা কর সংস্কারের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক আয় বেড়েছে কিন্তু তা স্থানীয় সরকারের অর্থনৈতিক শক্তি দুর্বল করে দেয়। অন্যদিকে স্থানীয় সরকারের কাঁধে জন প্রশাসনের দায়িত্ব প্রদান করা হয়েছে এবং যে কোন কাঠামো নির্মাণের জন্য তাদের কাছে কোন বাড়তি আয়ের ব্যবস্থা নেই। | Marekebisho ya ushuru ya mwaka 1994 yameongeza mapato ya fedha ya serikali kuu lakini yamedhoofisha nguvu za kifedha za serikali za miji… kwa upande mwingine, serikali za miji zinabeba wafanyakazi wa serikali na hazina mapato ya ziada ya kujenga miundo mbinu. |
23 | এর ফলে তাদের টাকা ধার করতে হয়। | Na matokeo yake, ianzibidi zikope fedha. |
24 | ২০০৮ সালের শেষে নেওয়া নীতি স্থানীয় সরকারকে অর্থনৈতিক কাঠামো নির্মাণ ও ঋণ করতে উৎসাহ প্রদান করে। | Sera ya uchumi mwishoni mwa 2008 ilizihamasisha serikali za miji kutengeneza jukwaa la kifedha ili kupata mikopo. |
25 | এমনকি উন্নয়ন পরিকল্পনায় ঋণ পাবার জন্য জেলা (কাউন্টির) পর্যায়ের সরকার অর্থনৈতিক পরিকল্পনা তৈরিতে যোগ দিয়েছে। | Hata serikali za mitaa zilijiunga na mipango hiyo ya fedha ili kupata mikopo ya miradi ya maendeleo. |
26 | ২৩ জুন জাতীয় হিসাবরক্ষণ দপ্তর (ন্যাশনাল অডিট অফিস) ঘোষণা দিয়েছে যে স্থানীয় পর্যায়ে ঋণ নেওয়া সমাজে ঝুঁকির পরিমাণ বাড়িয়ে ফেলছে। | Tarehe 23 Juni, Ofisi ya Mkaguzi Mkuu wa Taifa ilitangaza kuwa deni la ndani limeongeza hatari katika jamii. |
27 | কোন কোন ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে ঋণের পরিমাণ সরকারের ক্ষমতার চেয়ে ১০০ ভাগ বেশি… | Katika maeneo kadhaa, deni la ndani ni 100% zaidi ya uwezo wa serikali… |
28 | এই পরিস্থিতিকে উন্নত করার জন্য ইয়েহ কাই বেশ কিছু গঠণ মূলক পরামর্শ প্রদান করছে: | Yeh Kai ana maoni kadhaa mazuri ya kuboresha hali: |
29 | ১ জিডিপিতে রাজস্ব আয়ের অংশের পরিমাণ কমিয়ে আনা, জনতার মাঝে সম্পদকে রেখে দেওয়া ২ রাষ্ট্রীয় অর্থনীতিতে একটি স্বচ্ছ পদ্ধতি তৈরি করা। | 1. Punguza uwiano wa mapato ya fedha kwa pato la taifa (GDP), na weka utajiri katika watu… 2. Jenga mfumo wazi wa ufuatiliaji wa fedha za taifa. |
30 | রাষ্ট্রের বাজেট ও ব্যয়কে অবশ্য স্বচ্ছ রাখতে হবে এবং জনতাকে সে সব তথ্য পাবার অধিকার প্রদান করতে হবে… ৩. প্রশাসনিক ব্যয় কমিয়ে আনা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আরো বেশি ব্যয় করা। | Taarifa kuhusu bajeti ya taifa na matumizi ziwe wazi na ziweze kuwafikia wananchi… 3. Punguza gharama za utawala na tumia zaidi kwenye kuboresha maisha ya watu. |
31 | রাষ্ট্রের আয় এবং ব্যয়ের ব্যাপারে জনগণের সন্দেহ রয়েছে। | Watu wana mashaka na mapato na matumizi ya taifa. |
32 | মানুষের জীবন যাত্রার ব্যয়ে খরচ করার বিষয়টিকে জনতা স্বাগত জানাবে, কিন্তু এই মূহূর্তে আমাদের রাষ্ট্রীয় আয়ের একটা বড় অংশ স্থানীয় সরকারের প্রশাসনের পেছনে ব্যয় হয়। | Lakini watu watakubali matumizi ambayo yanaboresha maisha yao, lakini hivi sasa, sehemu kubwa ya mapato inatumika kwenye gharama za utawala za serikali za miji. |
33 | সরকারি চাকরিজীবীদের ব্যয়ের মধ্যে দিয়ে আমরা ব্যাপারটি দেখতে পাই, বিলাসবহুল সরকারি বাড়ি ও গাড়ি, অন্যদিকে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে সরকারের বিনিয়োগ একেবারে অপর্যাপ্ত। | Tunaweza kuliona hilo katika upanuzi wa muundo wa wafanyakazi wa serikali, majumba ya kifahari ya serikali na magari. Kwa upande mwingine, uwekezaji wa serikali kwenye kinga za kijamii, afya na elimu hauridhishi. |
34 | হাসপাতাল, বিদ্যালয় এবং অবসর জীবন যাপনের পর কোন কিছু উপভোগ করার জন্য তাদের কোন টাকা নেই… কেন্দ্রীয় সরকারকে এমন নীতি চালু করতে হবে যা সরকারের আয়ের যে অংশ সরকারি কাজে সেই ব্যয়ের পরিমাণ নিয়মিত যাচাই করে দেখা হয় এবং সরকারকে ধারাবাহিকভাবে জনকল্যাণ খাতে ব্যয়ের পরিমাণ বাড়িয়ে তুলতে হবে, এক সমতা ভিত্তিক ও স্বাস্থ্যকর সমাজ গড়ার জন্য। | Watu hawana pesa za kwenda hospitali, shule na kufaidi maisha baada ya kuritaya… Serikali kuu inapaswa kuanzisha sera ambayo itarekebisha fungu la matumizi ya umma ndani ya pato la taifa na kuongeza fungu hilo kidogo kidogo ili kujenga jamii shwari na yenye afya. |