# | ben | swa |
---|
1 | ড্রোন ফুটেজে কম্বোডিয়ার দর্শনীয় প্রাকৃতিক ভূচিত্রের প্রদর্শন | Picha Zilizopigwa Angani Zaonyesha Madhari Nzuri ya Cambodia |
2 | কম্বোডিয়ার গ্রামাঞ্চল | Sehemu ya kijijini nchini Cambodia |
3 | কম্বোডিয়ায় একটি তথ্যচিত্রের শুটিং করার সময় চলচ্চিত্র নির্মাতা রবার্ট সেরিনি সেই দেশের বিভিন্ন শহর এবং গ্রামীণ এলাকা ঘুরে দেখেন। | Wakati akipiga picha za dokumentari nchini Cambodia, mtayarishaji wa filamu Roberto Serrini alipata wasaa wa kutembelea vijiji kadhaa vya mjini na vijijini katika nchi hiyo. |
4 | তাঁর দল কম্বোডিয়ার দর্শনীয় সৌন্দর্য ধারণ করতে একটি ডিজিআই ফ্যান্টম ড্রোন এবং একটি গো-প্রো ক্যামেরা ব্যবহার করেন। | Timu yake ilitumia ndege aina ya DJI Phantom na kamera ya GoPro kupata picha za uzuri halisi wa Cambodia. |
5 | সেই চিত্রগ্রহণের সময়কে তিনি একটি ‘আশ্চর্যজনক অভিজ্ঞতা' হিসেবে বর্ণনা করেছেন: | Alielezea zoezi hilo la upigaji picha kama ‘uzoefu wa mzuri ajabu': |
6 | আমি আকাশ থেকে নম পেন এবং আনলুক লিক গ্রামীণ এলাকার সিনেমাটিক সৌন্দর্য অন্বেষণ করতে সক্ষম হয়েছি। | Kwenye eneo la Phnom Pehn na kwenye kijiji cha Anluk Leak, niliweza kuchnguza uzuri wa kifilamu wa nchi hii nzuri kutoka angani. |
7 | এটি সত্যিই একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা, যা এই শিশুদের অনেকেই টেলিভিশনে তা দেখেনি। একটি উড়ন্ত ড্রোনের সঙ্গী হয়ে তাঁরা তা উপভোগ করল। | Uzoefu mzuri ajabu sana, kwa sababu wengi wa watoto hawa hawjawahi kuona televisheni, achilia mbali ndege inayopaa angani; mchanganyiko wa mvuto, msisimko na maajabu ya wanachokiona ndilo lilikuwa likionekana kwenye nyuso zao. |
8 | তাদের মুখে ছিল উত্তেজনা, কম্পন, এবং সন্ত্রস্ত হবার আশ্চর্য মিশ্রণ। | Hapa chini ni baadhi ya picha za kwenye mtandao wa Flickr zinazoelezea safari ya Roberto nchini Cambodia: |
9 | নীচে রয়েছে রবার্টের কম্বোডিয়া ভ্রমনের কিছু ফ্লিকার ছবি: | |
10 | কম্বোডিয়ার গ্রামীণ এলাকার দৃশ্য | Mwonekano wa kijiji kimoja wapo nchini Cambodia |
11 | কম্বোডিয়ার রাজধানী নম পেনের একটি মন্দির। | Hekalu jijini Phnom Penh, mji mkuu wa Cambodia |
12 | একটি কমিউনিটি প্লাজাতে একজন ভিক্ষু হাঁটছেন। | Mtawa akitembea kwenye jengo la umma nchini Cambodia |
13 | কম্বোডিয়ার টুকটুক, খুবই জনপ্রিয় একটি বাহন। | Usafiri maarufu wa Cambodia uitwao tuktuk |
14 | নম পেনের একটি মন্দির। | Hekalu jijini Phnom Penh |
15 | কম্বোডিয়ার টুকটুক, তিন চাকার সাধারণ বাহন। | Pikipiki ya matairi matatu maarufu kama tuktuk ambayo ni usafiri maarufu wa umma nchini Cambodia |
16 | * ভিডিও এবং ছবি তুলেছেন রবার্ট সেরিনি। অনুমতি নিয়ে ব্যবহৃত। | *Video na picha za Roberto Serrini, zimetumiwa kwa ruhusa yake. |