Sentence alignment for gv-ben-20140410-42664.xml (html) - gv-swa-20140409-7122.xml (html)

#benswa
1নাইজেরিয়ার লাগোসে গ্লোবাল ভয়েসেসের বৈঠকMkutano wa Global Voices Jijini Lagos, Naijeria
2২০১৪ সালে গ্লোবাল ভয়েসেসের বৈঠক আবার শুরু হচ্ছে।Mikutano ya Global Voices imeanza kwa mwaka 2014.
3২০১৩ সালে সারা বিশ্বের ছয়টি শহরে ছয়টি সফল বৈঠকের পর আমাদের সম্প্রদায়ের সদস্যরা আমাদের পাঠকদের জন্য সুযোগ সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন।Kufuatia mafanikio ya mikutano kwenye majiji sita duniani kote mwaka 2013, wanafamilia wa Global Voices wanafanya juhudi za kuandaa fursa kwa wasomaji wetu na wengine wote wanapenda kujifunza zaidi kuhusu kazi zetu kuhusika na shughuli zetu.
4এছাড়াও আমাদের কাজ সম্পর্কে আরো যারা জানতে আগ্রহী এবং আমাদের লক্ষ্যের সঙ্গে যারা জড়িত হতে চান তাঁদের নিয়েও এসব সদস্যরা কাজ করছেন।Tunayo furaha kubwa kutangaza mkutano wetu mdogo unaopagwa kufanyika Alhamisi ya Aprili 17 jijini Lagos, Naijeria.
5আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আগামী ১৭ এপ্রিল, বৃহস্পতিবার নাইজেরিয়ার লাগোস শহরে আমাদের পরবর্তী গ্লোবাল ভয়েসেস বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
6লাগোস শহরের ভিক্টোরিয়া আইল্যান্ডে অবস্থিত প্যান আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এবং কমিউনিকেশন স্কুলের সাথে গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্য নয়াচুকু এগবুনিক (@ফেদারপ্রজেক্ট) এই বৈঠকটির আয়োজন করছেন। বৈঠক শুরু হবে সকাল ৯ টায়।Mwenyeji wa mkutano huo atakuwa ni mwanafamilia ya Global Voices Nwachukwu Egbunike (@feathersproject) akishirikiana na Shule Kuu ya Mawasiliano ya Umma ya Chuo Kikuu cha Pan-Atlantic katika kisiwa cha Victoria, Lagos kuanzia saa 3:00 asubuhi.
7এতে অংশ নিতে হলে আপনার নিবন্ধন প্রয়োজন (আরও তথ্যের জন্য নীচে দেখুন)।Usajili unahitajika (tazama hapa chini kwa taaarifa zaidi).
8বৈঠকটি শিক্ষার্থী, ব্লগার এবং অন্য যারা নাগরিক মিডিয়ার ক্ষেত্রে কাজ করছেন তাঁদের জন্য অভিজ্ঞতা শেয়ার করা এবং একে অপরের কাজ সম্পর্কে জানার একটি দারুণ সুযোগ। উপরন্তু, সেখানে আরও যেসব বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে:Mkutano huo utakuwa ni fursa kwa wanafunzai, wanablogu, na wengine wanaofanya kazi katika tasnia ya uandishi wa kiraia kushirikiana uzoefu wao na kujifunza zaidi kazi za wengine. kwa nyongeza, tukio litakuwa na malengo yafuatayo:
9আপনি যদি বৈঠকে অংশ নিতে আগ্রহী হন, তবে নিম্নলিখিত নিবন্ধন ফর্মটি পূরণ করুন।Kama ungependa kushiriki, tafadhali jaza fomu ifauatayo ya usajili.
10আপনি আপনার অংশগ্রহণ সংক্রান্ত একটি নিশ্চিতকরণ ই-মেইল বার্তা পাবেন।Utapokea uthibitisho wa barua pepe kuhusu ushiriki wako.
11বৈঠকটিতে বিনামূল্যে অংশ নেওয়া যাবে, কিন্তু এর আসন সংখ্যা সীমিত।Tukio hili ni bure, ingawa nafasi ni chache.
12আরও তথ্যের জন্য আপনি রাইজিং [অ্যাট] গ্লোবালভয়েসেসঅনলাইন. অরগ এ ইমেল করতে পারেন।Unaweza kutuma barua pepe kwa: rising [at] globalvoicesonline.org kwa ajili ya taarifa zaidi.
13এই বৈঠকটি এবং সারা বিশ্বের অন্যান্য বৈঠক অনুসরণ করতে #জিভিমিটআপ হ্যাশট্যাগটি ব্যবহার করুন।Tafadhali fuatilia alama habari ya #GVMeetup kwa ajili ya kujua zaidi kuhusu mikutano hii na mingineyo ijayo duniani kote.