Sentence alignment for gv-ben-20130101-34658.xml (html) - gv-swa-20130102-4585.xml (html)

#benswa
1বাংলাদেশ: ধর্ষণের পর হত্যা করা হলো আদিবাসী নারীকেBangladeshi: Msichana Mwingine Mzawa Abakwa na Kisha Kuuliwa.
2বাংলাদেশে আবারো ধর্ষণের পর হত্যার শিকার হলেন এক আদিবাসী নারী। এই ঘটনাটি ঘটেছে রাঙামাটি জেলার কাউখালি উপজেলার বড়ডলু গ্রামে।Kwa mara nyingine tena msichana mzawa ameuliwa mara baada ya kufanyiwa ukatili kwa kubakwa katika kijiji cha Borodalupara, Kawkhali Upazila ya wilaya ya Rangamati.
3মেয়েটির নাম খুমাচিং মারমা। তার বয়স ছিল মাত্র ১৪ বছর!Khomaching Marma (14) ambaye ni mhanga wa kitendo hiki, alikuwa ni mwanafunzi wa darasa la nane.
4অষ্টম শ্রেণিতে পড়তো। বাড়ি থেকে মাত্র ২০০ থেকে ৩০০ গজ দূরে পাহাড়ের ঢালুতে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়।Mwili wake ulikutwa katika miteremko ya milima takribani yadi 200 hadi 300 kutoka nyumbani kwake.
5সে পাহাড়ে গিয়েছিল নিজেদের পালিত গরু আনতে।Mara ya mwisho alionekana akielekea kwenye msitu wa karibu na nyumbani kwake kuchukua mifugo ya familia yake kutoka malishoni.
6খুমাচিং মারমার ধর্ষণ ও হত্যার কারণ প্রসঙ্গে রিনা দেওয়ান ফেসবুকে লিখেছেন:Rina Dewan aliandika katika ukurasa wake wa Facebook [bn] akieleza sababu za kufanyika kwa kitendo hiki cha kikatili:
7যেখানে থুমাচিং মারমার উলঙ্গ লাশ পাওয়া যায় সেখান থেকে আধা কিলোমিটারের মধ্যে রয়েছে নাল্যাছড়ি উত্তর মাথা নামে একটি সেটলার গ্রাম।Kuna mlowezi mmoja katika kijiji ajulikanaye kwa jina la Nallyachari Uttor Matha aishie takribani umbali wa nusu ya kilometa kutoka sehemu ilipokutwa maiti ya Thomaching.
8১৯৮০র দশকের শুরুর দিকে সরকার সেখান থেকে পাহাড়িদেরকে উৎখাত করে সেটলারদেরকে বসিয়ে দেয়।Kwenye miaka ya 1980 hivi, serikali iliwaondoa wakazi wazawa wajulikanao kama Marmas kutoka kwenye ardhi yao na kisha kuwakaribisha watu wa Kutoka Bengali.
9সেটলাররা বর্তমানে থুমাচিংদের গ্রাম বড়ডলুর অনেকখানি নিজেদের বলে দাবি করে এবং কয়েকদিন আগে ক্ষেতে আদা লাগাতে গেলে সেটলাররা মারমাদের বাধা দেয়।Kwa sasa wahamiaji hao wanataka kujimilikisha sehemu kubwa ya Borodalupara. Siku chache zilizopita, baadhi ya wanavijiji wa Marma walipanda tangawizi kwenye mashamba yao lakini wahamiaji hao waliharibu mazao yao na kusababisha hali ya amani kupotea.
10জানা যায়, থুমাচিং-এর মামার সাথেও সেটলারদের জমি নিয়ে বিরোধ রয়েছে।Imekwishafahamika kuwa kuna mgogoro wa ardhi uliopo kati ya mjomba wa Thomaching Marma na wahamiaji wa Bengali.
11ধারণা করা হচ্ছে এর জের ধরে তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে।Kwa hiyo, inadhaniwa kuwa alibakwa na kisha kuuliwa kama namna ya kulipiza kisasi.
12সাম্প্রতিক সময়ে আদিবাসী নারীদের ওপর বেড়েছে নির্যাতনের ঘটনা।Uonevu dhidi ya wanawake wazawa umeongezeka siku za hivi karibuni.
13ছবি এ এম আহাদ।Picha na A M Ahad.
14স্বত্ব: ডেমোটিক্স।Haki miliki Demotrix.
15সাম্প্রতিক সময়ে আদিবাসী নারীদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েছে।Ukatili dhidi ya wanawake wazawa umeongezeka siku za hivi karibuni.
16কিছুদিন আগেও পঞ্চম শ্রেণি পড়ুয়া আরেক আদিবাসী শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে।Miezi michache iliyopita, msichana mwingine alibakwa na kisha kuuliwa. Alikuwa ni mwanafunzi wa darasa la tano.
17সাংবাদিক হরি কিশোর চাকমা প্রথম আলোতে তার লেখায় আদিবাসী নারী ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরেছেন:Mwandishi wa habari Hari kishore Chakma, anatoa baadhi ya takwimu zinazoonesha matukio ya kubakwa kwa wanawake wazawa katika makala ya gazeti la kila siku la Prothom Alo [bn]:
18শুধু চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত তিন পার্বত্য জেলায় আদিবাসী নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে ২০ জন।Mpaka mwezi wa Novemba mwaka jana, wasichana na wanawake 20 wazawa walibakwa katika wilaya tatu za mlimani.
19সেই সঙ্গে যোগ হলো তুমা চিং মারমার নাম।Na kwa sasa, jina la Thomaching Marma linajumuishwa kwenye orodha hii inayoendelea kukua.
20২০১১ সালে আদিবাসী নারী ধর্ষণের শিকার হয়েছে ১০ জন।Mwaka 2011, wanawake 10 wazawa walibakwa.
21এটি কাপেং ফাউন্ডেশন নামের একটি মানবাধিকার সংস্থার হিসাব।Kapaeng ambalo ni shirika la kutetea haki za binadamu lilitoa takwimu hizi.
22সংস্থাটির হিসাবমতে, চলতি বছর আদিবাসী নারীদের ওপর সহিংসতার ঘটনা ঘটেছে ৫১টি, যা ২০১১ সালে ছিল ৩১টি এবং ২০০৮ সালে চারটি।Kwa mujibu wa shirika hili, wanawake wazawa 51 walikuwa wahanga wa matukio haya kwa mwaka huu. Mwaka 2011 matukio kama haya yalikuwa 31 na manne tu mwaka 2008.
23আবারো আদিবাসী নারী ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সবখানে।Ukatili huu wa ubakaji na mauaji kwa mara nyingine tena umeshaeneza hasira na vurugu nchini kote.
24ঢাকা, চট্টগ্রাম, সিলেটে প্রতিবাদ সমাবেশ হয়েছে।Mazungumzo yalikwisha kupangwa katika miji ya Dhaka, Chittagong na Sylhet.
25নেটিজেনরাও সরব হয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন।Raia wa mtandaoni nao wameshaonesha hasira yao na pia kuandamana.
26আদিবাসী নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ সমাবেশ।Maandamano huko Dhaka ya kupinga ubakaji na mauaji ya msichana mzawa.
27ছবি ফিরোজ আহমেদ।Picha na Firoz Ahmed.
28স্বত্ব: ডেমোটিক্স।Haki miliki Demotix
29মিথুন চাকমা জুম্ম ফেসবুকে লিখেছেন:Mithun Chakma Jummo aliandika katika ukurasa wake wa Facebook:
30অসাড় মৃত হয়ে পড়ে থাকে আমাদের বোন, আমরাও কি অসাড় হয়ে থাকি!Kama tu jinsi ilivyo kwa mwili baridi wa dada yetu usioweza kufanya lolote, je, nasi pia tumekuwa hivyo?
31ইন্ডিয়া জ্বলে উঠে ‘গ্যাঙরেপ'এর প্রতিবাদে, ইম্ফল জ্বলে শ্লীলতাহানির বিচারের দাবিতে।India waliandamana vikali kabisa kupinga ubakaji wa magenge. Mjini Imphal , watu walipaza sauti zao ili kutafuta haki dhidi ya unyanyasaji wa kijinsia wa msichana.
32আমাদের প্রতিবাদের ভাষা কী হবে!Maandamano yetu yawe kwa lengo gani?
33একটি মিছিল!?Kwa jambo moja tu?
34তারপর অসাড়তা!Halafu tuwe kimya na tuliopooza tena!
35আদিবাসী অধিকার আন্দোলন (CHT) লিখেছে:Adivasi Aodhikar Andolon (CHT) aliandika:
36খবর দেখছিলাম, দিল্লীতে বাসে ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল ভারত।Kwenye habari, niliona India wakinguruma katika maandamano wakipinga ubakaji katika magenge katika gari la abiria la Delhi.
37ভাল লাগলো এটা দেখে ওরা একতাবদ্ধ, মিডিয়া ওদের সাথে।Ilifurahisha kuona umoja wao.
38সরকার বাধ্য হয়েছে দোষীদের গ্রেপ্তার করতে।Vyombo vya habari pia vipo upande wao.
39একটু পেছনে যাই, সম্প্রতি রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলু গ্রামে ৮ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী থোমাচিং মার্মাকে ধর্ষণের পর হত্যার করা হয়েছে।Serikali ya India ililazimishwa kuwatia nguvuni wahusika wa vitendo hivi vya kikatili. Siku za hivi karibuni, msichana mzawa alibakwa na kisha kuuliwa katika kijiji cha Borodalupara huko Kawkhali upazila katika wilaya ya Rangamati.
40কই ????? পুলিশ তো এখনো কাউকে গ্রেফতার করেনি!!Hata hivyo, Polisi wameshindwa hata kumtia nguvuni angalau mhusika mmoja.
41এমনি করে আরও শত শত আদিবাসী মা-বোন দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার হচ্ছে এবং খুন করা হচ্ছে।Kama ilivyo kwa tukio hili, mamia ya akina dada zetu na mama zetu wazawa wamebaki kuwa wahanga wa kubakwa na mauaji kwa muda mrefu.
42ব্লগার অনীক লিখেছেন:Blogger Anik aliandika:
43এই অপরাধগুলো বাংলাদেশের একটি ইমেজ দাঁড় করাচ্ছে আমার মনে, তা হলো ধর্ষক ও খুনীর।Ukatili huu unanijengea taswira ya Bangladeshi katika akili yangu. Taswira ya wabakaji na wauaji.
44আমার মনে হচ্ছে, চারপাশে পোটেনশিয়াল ধর্ষক ও খুনী ঘুরে বেড়াচ্ছে!Ni jambo la kikatili kwa wabakaji na wauaji kufanya ukatili huu katika makazi yetu muda wote.
45কোনই নিশ্চয়তা নেই, যে এরা হঠাৎ কেউ ক্ষেপে উঠে ধর্ষণ করবে না।Hakuna uhakika kuwa, miongoni mwao ghafla hawatajisahau na kasha kutoa misimamo yao.