# | ben | swa |
---|
1 | গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরু | Israel Yaanza Operesheni ya Ardhini Gaza |
2 | ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করেছে। গাজা থেকে টুইটারে ইফালাস্তিন এই ছবিটি শেয়ার করেছে। | Israel imeanza operesheni ya ardhini Gaza. iFalasteen anatuma picha hii kutoka Gaza kwenye mtandao wa Twita |
3 | ১০ দিন ধরে গোলাবর্ষণের পর ইসরায়েলি বাহিনী এখন গাজায় প্রবেশ করতে শুরু করেছে। এই গোলাবর্ষণে ২০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। | Vikosi vya kijeshi vya Israeli vimeanza kuingia Gaza, baada ya siku 10 za mapigano zilizochukua maisha ya Wapalestina 200. |
4 | ফিলিস্তিনি ভূখণ্ড থেকে নিক্ষেপিত এক রকেট হামলায় এক ইসরায়েলি নিহত হয়। | M-Israeli mmoja aliuawa kwa shambulio la roketi kwenye eneo la Palestina. |
5 | এই অভিযান শুরু হল গাজার নিয়ন্ত্রণকারী হামাসের মিশরের একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল করে দেওয়ার পরে। | Hatua hiyo inakuja baada ya Hamas, kikundi kinachoitawala Gaza, kukataa pendekezo la kumaliza mapigano lililotolewa na Misri. |
6 | বোস্টনের একজন সাংবাদিক তোভাহ লাজারোফ, যিনি ইজরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের গভীরে প্রবেশ করে টুইট করেছেন: | Tovah Lazaroff, mwandishi wa Boston aliye katikati ya mgogoro wa Israel na Palestina, anatwiti: |
7 | এটা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে দাপ্তরিকভাবে প্রকাশিত, আইডিএফ গাজায় প্রবেশ করতে শুরু করেছে। | Ni rasmi sasa kutoka kwenye ofisi ya Waziri Mkuu wa Israel, vikosi vya jeshi vimeanza kuingia Gaza |
8 | তিনি আরও বলেছেনঃ | Anaongeza: |
9 | প্রধানমন্ত্রীর কার্যালয়ঃ ইসরাইল মিশরের মধ্যস্ততায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার পর হামাস তা প্রত্যাখ্যান করলে, মন্ত্রিসভা স্থল অভিযানের অনুমোদন দেয়। | Ofisi ya Waziri Mkuu: Baraza la Mawaziri limeidhinisha operesheni ya ardhini baada ua Israeli kukubaliana na pendekezo la Misri la kusitisha mapigano. Hamas ilikataa mapendekezo hayo |
10 | গাজার মাটিতে, ইফালাস্তিন রিপোর্ট করেছে: | Ardhini huko Gaza, iFalasteen anasema: |
11 | গাজার সর্বত্র বোমা, কোন বিদ্যুত নেই এবং সব জিনিস আগুন ও বোমায় উজ্জ্বল হয়ে উঠছে… | Mabomu kila mahali hapa Gaza, hakuna umeme na kuna mwanga mkali wa milipuko na mabomu… |
12 | অবিরাম বোমাবর্ষণ চলছে, যেখানে পালানোর কোন জায়গা নেই… হে গাজা, শুধু আল্লাহই তোমাকে রক্ষা করতে পারে … | Mabomu yanapigwa mfululizo na hakuna pa kukimbilia…Mungu tu atailinda Gaza |