# | ben | swa |
---|
1 | মিশর: নাগা হাম্মাদির গণহত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্লগারদের গ্রেফতার করা হয়েছে | Misri: wanablogu Watiwa Mbaroni Kufuatia Kutembelea kwao Naha Hammady |
2 | আপার ইজিপ্ট নামক এলাকার নাগা হাম্মাদি গ্রামে যখন ট্রেন এসে থামে, তখন সেই ট্রেনের ২০ জন ব্লগারকে গ্রেফতার করা হয়। | |
3 | ডা: মোস্তফা আল নাগগার-এর নেতৃত্ত্বে ব্লগাররা কায়রো, আলেকজান্দ্রিয়া ও মিশরের অন্যান্য শহর থেকে এখানে এসে জড়ো হয়। | Zaidi ya wanablogu 20 wa Misri wametiwa mbaroni mara baada ya gari moshi walilokuwa wakisafiria kuwasili katika kijiji cha Naga Hammady huko Misri ya Juu. |
4 | তাদের উদ্দেশ্য ছিল যে সমস্ত পরিবারের নাগা হাম্মাদির গণহত্যার শিকার হয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা। | Walikuwa wakiongozwa na Dkt. Mostafa Al Naggar. Wanablogu hao waliotoka Cairo, Alexandria na miji mingine ili kwenda kutoa heshima zao kwa familia za watu waliouwawa katika mauaji ya Naga Hammady. |
5 | জানুয়ারির ৭ তারিখে সাত জন কপ্ট খ্রিস্টানকে গুলি করে মারা হয়। সেদিন ছিল তাদের বড়দিন। | Wakristo 7 wa madhehebu ya Kikopti walipigwa risasi katika mkesha wa sikukuu ya Krismas ya Kikopti mnamo Januari 7 mwaka huu. |
6 | বড়দিন উপলক্ষ্যে গির্জায় এক গণজমায়েত হয়েছিল। | Wengine wengi walijeruhiwa. |
7 | প্রার্থনা শেষে সমবেতভাবে সবাই গির্জায় থেকে বের হয়ে আসছিল। | Shambulio hilo lilifanyika wakati Wakristo hao walipokuwa wakitoka kanisani mara baada ya misa ya Krismas. |
8 | সে সময় ঘটা গুলির ঘটনায় সেদিন অনেকে আহত হয়েছে। | Dkt. Mostafa Al Naggar aliandika katika blogu yake: |
9 | ডা: মোস্তফা আল নাগগার তার ব্লগে লেখেন: | Tulilaaniwa na utawala wa mfumo unaokandamiza ulioyaharibu maisha na utengemao wetu. |
10 | আমরা এমন এক দমনমূলক শাসনের দ্বারা অভিশপ্ত, যা আমাদের জীবন ও তার সৌন্দর্যকে নষ্ট করছে। | Tuliporwa ndoto yetu na kuachwa tukihangaika bila ajira, tukiwa wenye hofu, na tulionyang'anywa kila kitu. |
11 | আমাদের স্বপ্ন চুরি করে নিয়ে যাচ্ছে এবং বেকারত্ব, ভয়, এবং বঞ্চনার মধ্যে আমাদের ফেলে রাখা হচ্ছে। | |
12 | একদা যে মিশর ছিল নিরাপদ ভূমি, আজ তা বিরান এক এলাকায় পরিণত হয়েছে। | Misri ambayo kuna kipindi ilikuwa mbingu salama iligeuzwa kuwa dampo. |
13 | আমরা আর আমাদের ঘরে নিরাপদ নই। দিনের আলোয় পোশাকধারীরা আমাদেরকে আমাদের শয্যা থেকে সহজেই তুলে নিয়ে যাচ্ছে। | Hatuko salama tena majumbani mwetu maana wageni waliovalia sare maalumu wanaweza kwa urahisi kabisa kufika na kutunyakua kutoka kwenye nyumba zetu mara kiza kinapoingia. |
14 | এখন রাস্তায় ভবঘুরে এবং অপরাধীদের হাত থেকে আমাদের আর নিস্তার নেই। | Hatuko tena salama mitaani maana wahuni na wahalifu wanaweza kutukamata na kuwanyanyasa wanawake wetu. |
15 | তারা রাস্তার উপরে আমাদের ধরে নিয়ে যেতে পারে, আমাদের নারীদের হয়রানী করতে পারে। | |
16 | আজ আমরা প্রত্যক্ষ করলাম আমাদের প্রার্থনা শেষে, খুনীরা কত সহজেই আমাদের খুন করতে পারে। | |
17 | ব্লগারদের এই নাগা হাম্মাদির যাত্রা ছিল সম্পূর্ণ অরাজনৈতিক। | Leo tumeshuhudia jinsi wauwaji wanavyoweza kutupiga risasi kirahisi wakati tunamaliza sala zetu. |
18 | যখন তারা ট্রেন থেকে নামে, সে সময় তাদের যাত্রা থামিয়ে দেওয়া হয়। করিম এল বেহইরি লিখেছেন: | Ujio usio wa kisiasa wa wanablogu hao katika kijiji cha Naga Hammady ulizuiwa wakati wanablogu hao walipotelemka kutoka kwenye gari moshi. |
19 | কায়রো, সময় সকাল ৯. ৩০ মিনিট। | Kareem El Beheiry aliandika: |
20 | নাগা হাম্মাদির পুলিশ বাহিনী একদল ব্লগার ও এক্টিভিস্টকে আটকে রাখে। | |
21 | এরা বিভিন্ন রাজনৈতিক দল ও আন্দোলনের সাথে যুক্ত। তারা কায়রো থেকে নাগা হাম্মাদিতে আসার সাথে সাথে তাদের আটকে ফেলা হয়। | Cairo, saa 3:30 asubuhi - polisi wa kijiji cha Naga Hammady wamewatia mbaroni wanablogu na wanaharakati kutoka katika vyamba mbalimbali vya kisiasa na vuguvugu mara tu walipowasili kutoka Cairo kwenda kijiji cha Naga Hammady. |
22 | এদের উদ্দেশ্য ছিল যারা এই ঘটনার শিকার, সেই সব পরিবারকে সান্তনা দেওয়া এবং সম্প্রদায়গত হানাহানির বিরুদ্ধে অবস্থান নেওয়া। | Lengo la safari yao hiyo ilikuwa kwenda kuwapa mkono wa pole wanafamilia waliopoteza ndugu zao na kuchukua hatua ya kupinga migogoro inayohusishwa na dini. |
23 | ব্লগারদের গ্রেফতারের পর কর্মকর্তারা তাদের পরিচয়পত্র এবং মোবাইল ফোন নিয়ে নেয়া। এরপর তাদের ভিন্ন ভিন্ন গাড়িতে করে এক অজানা গন্তব্যে নিয়ে যায়। | Kufuatia kukamatwa kwao, maofisa wa polisi waliwanyang'anya vitambulisho vyao na simu zao za mkononi na kuwachukua katika magari tofautitofauti na kwenda kusikojulikana. |
24 | নীচে গ্রেফতারকৃত ব্লগারদের নাম দেওয়া হল। | Hii hapa ni orodha ya wanablogu wanaohisiwa kukamatwa: |
25 | ১-এসরা আবদেল ফাত্তাহ ২-ওয়াএল আব্বাস ৩-বাসেম সামির ৪-বাসেম ফাতেহ ৫-আহমেদ বাদাউ ৬-শেরিফ আবদেল আজিজ ৭-মারিয়ান নাগি ৮-মোস্তফা আল নাগগার ৯-রো'য়া ইব্রাহিম ১০-শাহিনাজ আবদেল সালাম ১১-নাসের আবদেল হামিদ ১২-মোহাম্মেদ খালেদ ১৩-শেরিফ আবদেল আজিজ ১৪-আমিরা আল তাহাউ ১৫-সামার আকল ১৬-আহমেদ আবু জেকরি ১৭-ইসমাইল আল আসকানডারানি ১৮-হানান ১৯-আহমেদ ফাতি আল বাদরি ২০- একজন ফরাসী এক্টিভিস্ট যার পরিচয় এখনো জানা যায়নি। | 1- Esraa Abdel Fattah 2- Wael Abbas 3- Bassem Samir 4- Bassem Fathy 5- Ahmed Badawy 6- Sherif Abdel Aziz 7- Marian Nagy 8- Mostapha Al Naggar 9- Ro'a Ibrahim 10- Shahinaz Abdel Salam 11- Nasser Abdel Hamid 12- Mohamed Khaled 13- Sherif Abdel Aziz 14- Amira Al Tahawy 15- Samar Akl 16- Ahmed Abou Zekri 17- Ismail Al Askandarani 18- Hanan 19- Ahmed Fathi Al Badry 20- Mwanaharakati wa Kifaransa ambaye hajatambulika bado. |
26 | জেইনোবিয়ার মন্তব্য করেছে: | Zeinobia alitoa maoni akisema: |
27 | গ্রেফতারকৃতদের বেশিরভাগই বিখ্যাত সিটিজেন বা নাগরিক সাংবাদিকের মধ্যে কেউ নয়। | Wengi kama sio wote miongoni mwa wanablogu hawa ni kati ya waandishi wa habari wa kiraia walio maarfu zaidi. |
28 | আমি জানি না কেন এই সব ব্লগারদের গ্রেফতার করা হয়েছে। | Sielewi kwa nini wanablogu hawa wametiwa mbaroni. |