Sentence alignment for gv-ben-20091106-7352.xml (html) - gv-swa-20091205-748.xml (html)

#benswa
1চীনের তৈরি কৃত্রিম তুষারপাতChina: Barafu Iliyotengezwa Uchina
2গত পহেলা নভেম্বর, রবিবারে বেইজিং-এ বরফ পড়ে। গত ২২ বছরের মধ্যে এবারই প্রথম বছরে সবচেয়ে আগে বেইজিং-এ তুষারপাতের ঘটনা ঘটল।Jumapili hii iliyopita tarehe 1 Novemba, Beijing ilishuhudia kuanguka kwa mapema zaidi kwa theluji katika miaka 22 iliyopita.
3এই সময়ে আবহাওয়ার এই ভিন্ন আচরণে পুরো বেইজিং শহর বরফের চাদরে মুড়ে যায়। ঘটনাটি অনেককেই বিস্মিত করে।Badiliko hilo la ghafla la hali ya hewa, lililofunika kabisa mji mzima kwa barafu, liliwashangaza wakazi wengi.
4পরে নিউজ মিডিয়া জানায় যে তুষারপাতের এই ঘটনাটি ঘটিয়েছে শহরের আবহাওয়া নিয়ন্ত্রণ অধিদপ্তর। কৃত্রিম ভাবে তুষারপাত ঘটানোর কারণ হচ্ছে বেইজিং-এ এখন খরা চলছে।Lakini vyombo vya habari viliripoti baadaye kwamba uangukaji huo wa barafu ulisababishwa na ofisi ya kurekebisha hali ya hewa mjini hapo.
5যে রাতে তুষারপাত হয়, তার কিছুদিন আগে সরকার আকাশে সিলভার আয়োডাইড উৎক্ষেপণ করে।Maelezo nyuma ya mvua hiyo bandia ilikuwa ni kwa sababu Beijing imekuwa ikikabiliana na ukame.
6এর ফলে বেইজিং-এর আশেপাশের এলাকায় ১৬ মিলিয়ন টন তুষারপাত ঘটে।Usiku kabla ya barafu, serikali ililipua angani kemikali ya fedha ya ayodaidi.
7ঝাং কুইয়াং আবহাওয়া নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান।Athari zilizojitokeza ni kuongezeka kwa theluji kwa tani milioni 16.
8তিনি রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে বলেন, “যখন বেইজিং লম্বা সময় ধরে খরায় ভুগছে, তখন এই সমস্যা দুর করার জন্য কৃত্রিম যে কোন পদ্ধতি ব্যবহারের সুযোগ আমরা হারাতে চাই না”।“Hatutapoteza fursa yoyote ya kutengeneza mvua bandia kwa kuwa Beijing inakabiliwa na ukame unaotishia, ” alisema Zhang Qiang, kiongozi wa ofisi ya kurekebisha hali ya hewa, kwa vyombo vya habari vya taifa.
9খরার সময় কৃত্রিম ভাবে বৃষ্টি ঝরানোর ইতিহাস চীনের রয়েছে।China ina historia ya kutengeneza mvua kwa kulazimisha, hasa wakati wa kujaribu kusitisha ukame.
10এর বাইরে, অন্য সময়ও আবহাওয়া নিয়ন্ত্রণ অধিদপ্তর আকাশ পরিষ্কার রাখার জন্য আকাশে মেঘের পরিমাণ কমিয়ে দেয়, যাতে কম বৃষ্টিপাত ঘটে।Katika nyakati nyingine, ofisi ya kurekebisha hali ya hewa imepunguza mvua kuhakikisha anga linakuwa tupu, mfano wakati wa gwaride la Siku ya Uhuru au wakai wa michezo ya Olimpiki.
11এই সমস্ত ঘটনা কোন বিশেষ সময়, যেমন প্রতি বছর অক্টোবরে অনুষ্ঠিত হওয়া জাতীয় কুচকাওয়াজ প্রদর্শনী অথবা বেইজিং অলিম্পিক গেমসের সময় ঘটানো হয়।Wanamtandao wamegawanyika katika mitazamo yao kuhusu barafu hii iliyotengenezwa mwishoni mwa juma lililopita.
12আকাশ পরিষ্কার রাখতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়।Wengine waliandika kwa ushabiki kuhusu uzuri wake, kama mwanablogu,鱼干儿.
13গত রবিবারে মনুষ্য সৃষ্টি এই তুষারপাতের ঘটনায় নেটিজেনরা ভিন্ন ভিন্ন মতামত প্রদান করেছে।Hali ya Hewa ya Beijing ni nzuri kupindukia. Bila tahadhari, barafu ilianza kudondoka.
14অনেকে আনন্দের সাথে এই তুষারপাতের সৌন্দর্য্যের কথা তুলে ধরেছে, যেমন ব্লগার 鱼干儿 (ইউ গেয়ার।Na ilikuwa aina ya barafu ambayo isingeweza kusafishwa kiurahisi na kudhibitiwa.
15বেইজিং-এর আবহাওয়া অবিশ্বাস্য রকমের চমৎকার দেখাচ্ছে।Nilisikia kwamba barafu hiyo ilikuwa ya kutengenezwa. Lakini sijali.
16কোন রকম সতর্কতা ছাড়াই তুষার ঘটতে শুরু করে।Tunapenda hali ya hewa ya aina hii.
17এটা এমন এক ধরনের তুষারপাত যা সহজে পরিষ্কার করা যায় না বা একে অপসারণ করা যায় না।Wengine, hata hivyo, wamekerwa. Anaandika 小米:
18আমি শুনেছি এই সমস্ত তুষার মানুষের সৃষ্টি, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। আমরা এই ধরনের আবহাওয়া পছন্দ করি।Niliposikia kuwa barafu hiyo ni ya kutengenezwa, ilibidi nishangae ni mtu gani aliyewaza kuwa huu ulikuwa ni wakati sahihi wa barafu kuanguka?
19তবে অনেকে বেশ উদ্বিগ্ন, ব্লগার 小米 (জিয়াও মি) লিখেছে যখন আমি শুনলাম এটা মানুষের কাজ, তখন আমার মনে হল কে সেই বান্দা, যার মনে হয়েছে বরফ পরার এটাই উপযুক্ত সময়?Kila mahali watu walikutwa bila ya kujiandaa na baridi na matatizo mengine mabaya yanayohusiana na umeme, msongamano na mfumo wa kupasha nyumba joto.
20সব জায়গায় লোকজন ঠাণ্ডায় আক্রান্ত হয়েছে এবং বিদ্যুৎ, যানজট এবং শরীর গরম করা নিয়ে বেশ সমস্যার সৃষ্টি হয়েছে।Katika jukwaa la mtandaoni, mtumiaji mmoja alilalamika kwamba seriali ilipaswa kuwatahadharisha watu kabla ya wakati, na kuongeza kwamba safari nyingi za ndege kwenye viwanja vya ndege zilicheleweshwa.
21ইন্টারনেট ফোরামে একজন ব্যবহারকারী অভিযোগ করেছে যে সরকারের উচিত ছিল এ ব্যাপারে আগে থেকেই লোকদের সতর্ক করে দেওয়া।Kwa mtazamo wangu, aina hii ya moyo wa ‘mwanadamu kuyashinda maumbile ya asili' ni mzuri, ingawa wakazi wa Beijing ‘walilazimishiwa' kipindi cha baridi.
22তিনি এর সাথে যোগ করেন, এই বরফপাতের কারণে কিছু বিমান নির্ধারিত সময়ে যাত্রা করতে পারে নি।Kama wanaweza kutatua kweli madhara yaliyotokana na ukame basi kufanya hivi kuna faida.
23আমার দৃষ্টিতে মানুষ প্রকৃতিকে শাসন করতে পারছে, এমন শক্তি অর্জন করা ভালো, এমনকি যদিও এই কারণে বেইজিং-এর নাগরিকরা “শীতে” আক্রান্ত হয়েছে।Lakini namna kitengo cha hali ya hewa kilivyoshindwa kumjulisha yeyote kabla ya wakati si sahihi kabisa.
24তবে যদি তারা সত্যিকার অর্থে খরার কারণে সৃষ্ট সমস্যার সমাধান করতে পারে, তা হলে বরফ নামানোর উদ্দেশ্য সফল।Makala chache zilizofika kwenye mtandao zimeonyesha wasi wasi kuhusu aina gani ya madhara barafu isiyo ya asili inaweza kuwa nayo kwenye mazingira.
25কিন্তু আবহাওয়া অফিস মানুষদের না জানিয়ে যে কাজটি করেছে, সেটি ঠিক হয় নি।Mwanablogu mmoja天边的云, alishangazwa kama kuna mtu ana haki ya kubadili hali ya hewa.
26ইন্টারনেটে পোস্ট করা কয়েকটি লেখায় এই চিন্তা ব্যক্ত করা হয়েছে যে কৃত্রিমভাবে সৃষ্ট তুষারপাত পরিবেশের উপর কি ধরনের প্রভাব ফেলবে?Lakini pale tunapobadili hali ya hewa kijinga kabla ya kuweza kudhibiti kanuni zake, je, hii haitaathiri sana mazingira kwa ujumla?
27天的云 (তিয়ান বিয়ান দে ইউন) নামের ব্লগার বিস্মিত এ কারণে যে, কারো কি প্রাকৃতিক আবহাওয়াকে বদলে দেবার অধিকার রয়েছে।Kwa mfano, barafu iliyotokea wakati huu ilikuwa ni kwa sababu Beijing ilikuwa inakabiliwa na ukame.
28যখন আমরা না জেনেই আবহাওয়াকে অন্ধ ভাবে পাল্টে দিই, সেটি কি পরিবেশের উপর এক বড় ধরনের ক্ষতি করে না?Itakuwaje kama barafu hii ilikusudiwa kuangukia Shandong (hebu na tujifikirie hivyo kwa muda), badala ya Beijing.
29কৃত্রিম ভাবে এই বরফপাত ঘটানো হয়েছে, কারণ বেইজিং-এ খরা চলছিল।Je, hii haitasababisha ukame mkubwa zaidi katika Shandong?
30যদি বাস্তবে এই বরফ সানডং-নামক এলাকায় পড়ার কথা থাকে সেক্ষেত্রে সেখানে কি ঘটবে, (ধরা যাক এটা সানডং এ পড়ার কথা) সেক্ষেত্রে এই কৃত্রিম তুষারপাত কি বেইজিং-এর বদলে সানডং-এ আরো বড় খরার সৃষ্টি করবে না?
31বেইজিং এর একজন ব্লগার ও সাংবাদিক অ্যালেক্স পাস্টেরনাক ট্রি হ্যাগার নামক ব্লগে একটি পোস্টে বিস্তারিত ভাবে লিখেছেন, মানুষের তৈরি এই বরফপাতের প্রভাব কি হতে পারে:Alex Pasternack, mwanablogu na mwandishi mjini Beijing, aliandika makala kwenye Tree Hugger akifafanua madhara ya kutengeneza mvua bandia kunakofanywa na mwanadamu.
32সরকারি হিসেবে এই খরা অক্টোবরের শেষে ৮০০,০০০ হেক্টর জমির উপর প্রভাব বিস্তার করেছে এবং এই তুষার ঝড় স্থানীয় কৃষকদের চাহিদা অনুসারে করা হয়েছে।Ukame umeathiri heka 800,000 za mashamba kufikia mwishoni mwa Oktoba, vyanzo rasmi vilikadiria, na tufani ya barafu inasemekana kuwa ilihitajika sana kama msaada kwa wakulima wa sehemu hiyo.
33কিন্তু এই অঞ্চলের সকল কৃষক এই ঘটনায় লাভবান হবে না।Lakini si wakulima wote katika eneo hilo waliofaidika.
34আবহাওয়া নিয়ন্ত্রণের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অন্য অঞ্চলে বৃষ্টিপাতের ধরণ পাল্টে যাওয়া। এক বিশেষ এলাকায় শক্তিশালী ঝড় তৈরির কারণে অন্য অঞ্চলের আবহাওয়া পাল্টে যেতে পারে, যাদেরও বৃষ্টির প্রয়োজন রয়েছে।Athari moja wapo inayowezekana ya kubadilishwa huku kwa hali ya hewa ni kwamba inabadili uelekeo wa unyevu unyevu kutoka kwenye maeneo mengine ambayo yanauhitaji vile vile, kwa minajili ya kutengeneza mvua kubwa katika eneno linalokusudiwa.
35অন্য নেটিজেনরা বরফ নিয়ে মজা করেছে।Wanamtandao wengine wameanza utani kuhusu barafu hiyo.
36এলিজাবেথ কেইন তার ব্লগে লিখেছে:Elizabeth Kain aliandika kwenye blogu yake:
37গতকালের তুষারপাত, গত দশ বছরের মধ্যে সবচেয়ে আগে বরফ পড়ার ইতিহাস সৃষ্টি করেছে।Barafu ya jana ilikuwa ya mapema zaidi katika miaka kumi.
38আমি নিশ্চিত যে আমার মা বেইজিং বিমান বন্দরে ৭ ঘন্টা ধরে বসে রয়েছে, কারণ সকল বিমান যাত্রা স্থগিত বা বাতিল করা হয়েছে। তিনি অনিচ্ছাকৃত এই যাত্রাবিরতির কারণে সুখী হবেন।Nina hakika mama yangu, aliyekaa kwenye uwanja wa ndege wa Beijing kwa masaa saba kwa sababu tu safari zote za ndege zilizovurugwa na kukatishwa kuingia na kutoka mjini, atafurahi kujua usumbufu wote huo ulisababishwa na serikali.
39তুষারপাত সম্বন্ধে অন্য এক মন্তব্যে এক তীক্ষ্ণ পর্যবেক্ষণ রয়েছে:Maoni mengine juu ya barafu hiyo pia yalitoa uchunguzi wenye akili:
40মার্টিন এম.Martin M.
41নভেম্বর ২, ২০০৯, বিকেল ৩.Novemba 2, 2009 saa 3:30 pm
42৩০: চীনে এখন সব কিছু তৈরি হয়, এমনকি বরফও।Kila kitu kinatengenezwa China, hata barafu