Sentence alignment for gv-ben-20100114-8714.xml (html) - gv-swa-20100113-1080.xml (html)

#benswa
1বলিভিয়া: বেনির গভর্নর পদের নির্বাচনী লড়াইয়ে প্রার্থী হিসেবে প্রাক্তন সুন্দরীর নাম ঘোষণাBolivia: Mshindi wa Zamani wa Mashindano ya Urembo Atangazwa Kugombea Ugavana wa Jimbo la Beni
2অনেকে শুনেছিলেন বলিভিয়ার রাষ্ট্রপতি ইভো মোরালেস দেশটির প্রাক্তন সুন্দরী ২৫ বছরের জেসিকা জর্ডানাকে, মুভমেন্ট টুয়ার্ডস সোসালিজম-এর (মাস) পক্ষ থেকে বেনি প্রদেশের নির্বাচনে গভর্নর বা প্রাদেশিক শাসক পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিতে পারেন।
3বেনি এলাকার গভর্নর পদে লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে বেছে নেওয়া হয়েছে, এমন সংবাদ অনেকের কাছে ডে অফ দা ইনোসেন্টের (এপ্রিল ফুলের বলিভিয়ান সংস্করণ) ঠাট্টা বলে মনে হয়েছিল। যখন টেলিভিশনে এক সরাসরি সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করা হয়, টুইটারে তার দ্রুত প্রতিক্রিয়া দেখা যায়।Kwa wengi, taarifa ya kuwa rais wa Bolivia Evo Morales angemtaja aliyekuwa mshindi wa urembo nchini Bolivia Jessica Jordan, 25 kuwa mgombea ugavana kwa tiketi ya Chama Cha Ujamaa (MAS) ilichukuliwa kama masihara ya Siku ya Wasio na Hatia ( ambayo ni sawa na Siku ya Wajinga Duniani nchini Bolivia).
4একই সাথে এইসব প্রতিক্রিয়ারও প্রতিক্রিয়া তৈরি হয়। বিষয়টি নির্ধারিত হবার পর, ব্লগারা এই বিষয়ে তাদের মনোভাব প্রকাশ করা শুরু করে।Hata hivyo tangazo hilo liliporasimishwa katika mkutano na wanahabari uliotangazwa moja kwa moja kwenye televisheni, watu waliitikia mara moja kwenye twita, kadhalika yakaandikwa maoni kuhusu maoni yaliyotolewa.
5জেসিকা জর্ডানের ছবি। এটি হিউগো মিরান্ডার সৌজন্যে পাওয়া এবং অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।Picha ya Jessica Jordan iliyopigwa na Hugo Miranda na kutumika kwa ruksa maalum
6টুইটারে শুরুর সব মতামতের ক্ষেত্রে এই সংবাদের উপর অবিশ্বাস রয়ে গিয়েছিল যে, প্রাক্তন সুন্দরী নির্বাচনে লড়াই করার জন্য মনোনীত হয়েছে, বিশেষ করে এত উঁচু এক পদের জন্য।
7ডিয়োগো আরাজোলা (@ডিআরাজোলা) লিখেছে: সভার সদস্য পদের জন্য নয়, জেসিকা জর্ডানকে সরাসরি গভর্নর পদে নির্বাচন করার জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে!Maoni ya awali kwenye Twita yalikuwa ni ya kutoamini kwamba aliyekuwa mshindi wa urembo angependekezwa kushiriki uchaguzi katika ngazi ya juu namna hii.
8এখানে হচ্ছেটা কি?Diego Arrazola (@darrazola) aliandika:
9এখনো কি ডে অফ ইনোসেন্ট বা বোকা বানানোর দিনটি শেষ হয়ে যায়নি?Si kwa uanachama wa manispaa JESSICA JORDAN, bali kwa UGAVANA!
10মারিয়েলা কাস্ট্রিলো (@আরডিলা_ইলয়ুসা) লিখেছে:Je nini kinachotokea?
11এটা কি আনন্দোচ্ছল জেসিকা জর্ডান….Je bado ni siku ya Wasio na Hatia?
12বেনিতে কি আর কোন লোক ছিল না?Mariela Castrillo (@ardilla_ilusa) aliandika:
13স্বপ্ন দেখে এমনকি আর কি কোন তরুণ বেনিতে ছিল না? কি লজ্জা.. ।Inachekesha hii habari ya Jessica Jordan… hakuna watu wengine huko Beni?
14অবিশ্বাসের এ রকম আরো অনেক বার্তা রয়েছে।Hakuna vijana wengine wenye ndoto? Aibu gani..
15অনেকে এই বাস্তবতার কথা উল্লেখ করছে যে, জর্ডান এক সময় মিস বলিভিয়া বা বলিভিয়ার সুন্দরী প্রতিযোগিতা জিতেছে।Kulikuwa na jumbe kama hizo za kutoamini, wengi waligusia ukweli kwamba Jordan alikuwa ni Mshindi wa Urembo wa Zamani nchini Bolivia.
16তবে অন্যরা মনে করছে লোকজনের এভাবে প্রতিক্রিয়া জানানো ঠিক নয়।Hata hivyo wengine walifikiri kuwa haikuwa sawa kwa watu kung'aka katika namna hii.
17প্যাট্রিসিয়া@আরকিউটেকটা-এর প্রতিউত্তর করছে:Patricia (@arquiteca) anapinga:
18আপনাদের সকলের কি হয়েছে?Mna matatizo gani nyie watu?
19আপনারা মনে করছেন, যখন দেখতে কুৎসিত কেউ ক্ষমতা গ্রহণ করে তখন ব্যাপারটি ঠিক আছে, কিন্তু যখন প্রার্থী সুন্দরী কেউ, তখনই আপনাদের যত অভিযোগ…. এটা কি এক পুরুষত্ব!Mnaona ni sawa kwa mtu mwenye sura mbaya kuchukua madaraka, lakini mgombea akiwa mzuri wa mwili, mnalalamika… huo ni mtazamo dume!
20ব্লগ একোনোমিয়া পলিটিকা, ডেসডে এল লাডো গ্রাসিওসো [স্প্যানিশ ভাষায়]-এর ব্লগার জেইমে ডুরান যারা এই প্রার্থীর মনোনয়নের বিপক্ষে লিখেছে, তাদের সমালোচনা করেছেন:
21এরপর আসে তাদের কথা, যারা লিঙ্গীয় সমতার ক্ষেত্রে নিজেদের অবস্থানের কথা ভুলে যায়।Jaime Duran wa blogu ya Economía Política, Desde el Lado Gracioso [es] anawakosoa wale ambao tayari wamekwishamuondoa akilini mgombea:
22যারা বলে যে, কোন সন্দেহ নেই মেয়েটি সুন্দরী, কিন্তু এটা অস্বাভাবিক, সে তার মাথা চুলের যত্ন নেওয়া ছাড়া অন্য কোথাও খাটানোর যোগ্য নয়।Kuna wale wanaosahau misimamo yao kuhusu usawa wa jinsia, wale wanaosema kuwa kwa kweli yule msichana ni mzuri, lakini haonekani kuwa kichwa chake kina manufaa yoyote zaidi ya kujitengeneza nywele zake.
23যতদুর পর্যন্ত দেখা গেছে, বেনির এর আগের প্রশাসকদের যা গুণাবলী ছিল, তাতে আমি সন্দেহ করি যে, সে পদে কেউ সুন্দরী জেসিকা জর্ডানের সমালোচনা করতে পারবে।Nikiangalia viwango vya magavana ambao Beni imekwishawahi kuwa nao mpaka hivi sasa, sina hakika kama kuna mtu atakayeweza kumkosoa mrembo Jessica Jordan kwa hilo.
24আমি নিশ্চিত, এই বিষয়ে সে তার স্বাভাবিক ক্ষমতা প্রদর্শন করে প্রমাণ করবে যে, সে বেনিকে নিয়ন্ত্রণ করতে পারে।Nina uhakika ataonyesha uwezo katika mambo anayoyakabili, Siku zote nimekuwa nikifikiri kuwa uzuri na akili haviendi pamoja.
25যদিও আমি সবসময় ভেবেছি, সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা আদৌ একসাথে চলতে পারে না।Moja ya maswali makuu yanayozushwa na pendekezo hili ni “Ni nini watakachokipata MAS?”
26এই ঘটনার ফলে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে তা হল,“মাস-নামক দলটির ক্ষেত্রে এই মনোনয়নের প্রভাব কি হতে পারে”।
27বেনি বলিভিয়ার পূর্বের এক ডিপার্টমেন্ট (একটি বড় অঞ্চল)।Beni ni Jimbo la Bolivia ambalo kiutamaduni limekuwa chini ya mikono ya upinzani.
28ঐতিহ্যগতভাবে এই এলাকাটি বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে। সারা দেশে জাতীয় ভাবে পরিচিত এক চরিত্রকে এখন সেখানকার নির্বাচনে দাঁড় করানো হয়েছে।Kumuweka mtu anayejulikana taifa zima, ambaye hajawahi kuwa mwanachama wa chama au kushiriki katika siasa kunaongeza mvuto wa nchi nzima na kunaweza kugeuza mkondo katika eneo hilo.
29সে দলের এক সদস্য নয়। রাজনীতিতেও জর্ডান তেমন সক্রিয় নয়।Hugo Miranda wa Angel Caido [es] anaongeza mawazo yake:
30তারপরেও মনে হচ্ছে সে পুরো দেশের মনোযোগ আকর্ষণ করছে এবং হয়তো এটি দেশের সেই অংশের রাজনীতির পাশা পাল্টে দিতে পারে।
31হিউগো মিরান্ডা অফ এঞ্জেল কাইডো [স্প্যানিশ ভাষায়] তার চিন্তা এখানে যোগ করেছেন:Labda kwa baadhi, Jessica anatumiwa kwa ajili ya malengo hayo na yule mwenye nguvu zote, Evo Morales.
32হয়তো বা কোন এক পর্যায় পর্যন্ত, সকল দিক দিয়ে শক্তিশালী ইভো মোরালেস জেসিকাকে ব্যবহার করতে পারবে।Mashaka bado yanabaki, na ninafikiri kuwa Jessica anastahili yote hayo kwa sababu anaipenda Bolivia sana.
33তবে এ ব্যাপারে সন্দেহ থেকেই যায় এবং আমি মনে করি এসব জেসিকার অর্জন, কারণ সে বলিভিয়াকে খুব ভালবাসে। মনে হচ্ছে এই কৌশল কাজ করছে।Mkakati huu unaonekana kufanya kazi kwani baadhi ya wanablogu ambao hawajihusishi na siasa, au hata wale walio katrika upinzani dhidi ya chama cha MAS wanaanza kumuunga mkono Jordan.
34যেমন কিছু ব্লগার, যারা রাজনৈতিক কোন দলের নয় অথবা যারা মাস বিরোধী, তারাও জর্ডানকে সমর্থন করছে।Japokuwa baadhi wanaweka wazi kuwa uungaji mkono ni kwa ajili ya mgombea, na si kwa chama cha siasa.
35অনেকে এটা পরিষ্কার করছে যে তাদের সমর্থন প্রার্থীর প্রতি, দলের প্রতি নয়।
36এমনকি যারা ভোট দেবার যোগ্যতা অর্জন করেনি, তারাও এই প্রার্থীকে সাহায্য করার ইচ্ছা পোষণ করেছে।Hata wale watu ambao hawana sifa za kupiga kura katika Jimbo hilo wanaelezea hamu yao ya kumsaidia mgombea.
37এই কৌশল চূড়ান্তভাবে কাজ করবে কিনা তা দেখার জন্য ৪ এপ্রিল, ২০১০ পর্যন্ত অপেক্ষা করতে হবে।Kama mkakati huu utafanya kazi katika uchaguzi ulipangwa kufanyika Aprili 4, 2010, ni jambo linalosubiriwa.
38কারণ সে দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। মিরান্ডা যিনি মাস দলের সমর্থক নন, তিনি লিখেছেন, ওই দলের একজনকে তিনি কিছুদুর পর্যন্ত সমর্থন করবেন।Miranda ambaye hajawahi kuwa mshabiki wa chama cha MAS, anaandika kuwa mgombea mmoja ambaye atamuunga mkono ni Jordan hata kwa kuweka matangazo ya bure ya kampeni kwenye tovuti yake.
39তার নাম জর্ডান।Na Duran anamalizia:
40এ কারণে তিনি তার ব্লগে বিনে পয়সায় বিজ্ঞাপন যুক্ত করেছেন। ডুরান উপসংহার টেনেছেন:Nafikiri uchaguzi kule Beni utakuwa ndio wa kuvutia zaidi kati ya chaguzi zote za Aprili.
41আমি মনে করি বেনির নির্বাচন এপ্রিলের সবচেয়ে কৌতূহলজনক নির্বাচন হবে।
42এছাড়াও এই স্থাপনা (তার ব্লগ প্লাটফর্ম) থেকে আমি ঘোষণা দিচ্ছি যে আমি সুন্দর এক (বেনি) এলাকায় ভ্রমণ করব, তার প্রচারণায় সাহায্য করার জন্য।Na kwa kuongezea, kutoka katika jukwaa hili (blogu yake) Ninatangaza kuwa niko tayari kusafiri kwenda kwenye nchi ya kupendeza ya (Beni) kusaidia katika kampeni.