# | ben | swa |
---|
1 | মুরসির মহিলা সমর্থক প্রতিবাদকারীরা মনসুরায় নিহত | Wanawake Watatu Wauawa katika Maandamano ya Kumtetea Morsi |
2 | মনসুরায় আজ রাতে প্রাক্তন মিশরীয় রাষ্ট্রপতি মোহাম্মেদ মুরসির সমর্থনে একটি প্রতিবাদে “সহযোগী গুণ্ডা”দের দ্বারা আক্রান্ত হয়ে অন্তত তিন জন নারী নিহত হয়েছেন। | Wanawake wasiopungua watatu wameuawa kwa kushambuliwa na watu wanaosadikiwa kuwa ni majambazi huko Mansoura wakati wa maandamano ya kupinga kung'olewa madarakani kwa aliyekuwa Rais wa Misri Mohamed Morsi. |
3 | কয়েক ডজন মানুষ শটগান এবং ছুরির আঘাতে আহত হয়েছেন বলেও জানা গেছে। | Inmeripotiwa pia kuwa, zaidi ya makumi mawili ya watu walijeruhiwa kwa risasi na visu. |
4 | মিশরীয় ব্লগার জেইনোবিয়া জানাচ্ছেন: | Mwanablogu wa Misri, Zeinobia aonesha kushitushwa na tukio hili: |
5 | ধুত্তোরি, ৩৭ বছরের এক মহিলা ও ১৩ বছরের একজন বালিকা মুরসি সমর্থক # মনসুরায় নিহত হয়েছেন। | oh, upumbavu, mwanaamke wa miaka 37 na msichana wa miaka 13 waliiokuwa miongoni mwa wafuasi wa Morsi wameuawa huko #Mansoura |
6 | - জেইনোবিয়া (@জেইনোবিয়া) July 19, 2013 | - Zeinobia (@Zeinobia) July 19, 2013 |
7 | এবং @ইজিরেভুলেশন১২ আরও বলেছে [আরবী ভাষায়]: | Na @egyrevolution12 anaongeza [ar]: |
8 | মনসুরায় ইখয়ান প্রতিবাদ শুরু হয় নামাজের পর এবং এর প্রায় অর্ধেকই ছিল মহিলা। | Maandamano ya Ikhwan huko Mansoura huanza mara baada tu baada ya sala na nusu yao huwa ni wanawake. |
9 | সম্পূর্ণ পরিবার / তাদের উপর আক্রমণ ক্ষমা করা যায় না। | Wote wanaowashambulia hawawezi kuvumiliwa kamwe. |
10 | ইব্রাহিম এলঘারি যারা নারী হত্যার অজুহাত দায়ের করেছেন তাঁদের কাজে বিস্মিত হয়েছেন। | Ibrahim Elgarhi anashangazwa na wote wanaowahurumia wauaji. |
11 | তিনি লিখেছেন: | Anaandika: |
12 | আসুন আমরা আমাদের মূল্যবোধ বিক্রি করে দিই এবং নারীদের হত্যার ব্যাপারে চুপচাপ থাকি। | Tuuze thamani yetu na kufumbia macho mauaji ya wanawake. |
13 | আমাদের বিবেকের বিরুদ্ধে যাই এবং বলি, তাঁদের (মহিলাদের) সেখানে (প্রতিবাদ) কে নিয়েছে ? | Hebu tupingane na dhamira zetu na tutafakari kile kilichowafanya wanawake hawa waungane na wenzao kwenye maandamano |
14 | মিশরীয়রা গত ৩০ জুন তারিখে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী রাষ্ট্রপতি মোহামেদ মুরসি কে, অপসারনের দাবিতে রাস্তায় নেমে আসে। | Tarehe 30 Juni, raia wa Misri waliandamana wakishinikiza kuondoka madarakani kwa kiongozi wa Chama cha Kindugu cha Kiislam (Muslim Brotherhood0na Rais wa Misri Mohamed Morsi. |
15 | ৩ জুলাই, মুরসির এক বছরের শাসনামলের ইতি ঘটে এবং একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। | Juni 3, Serikali ya Morsi iliondoshwa madarakani na kupelekea nchi hiyo hadi sasa kuongozwa kwa serikali ya mpito. |
16 | মুরসিকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তাঁর সমর্থকরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। | Tangu kuondolewa madarakani, wafuasi wa Morsi wamekuwa wakifanya maandamano kushinikiza arudishwe madarakani. |