# | ben | swa |
---|
1 | লেবানন: ডাইনোসরের শাসন | Lebanoni: Utawala wa Dinosauri |
2 | লেবাননে ঘটা সাম্প্রতিক হয়রানির ঘটনার প্রেক্ষাপটে এর কিছুদিন পরে দেশটির সাইবার অ্যাকটিভিস্টরা তাদের সাইবার জগৎ-এর উপর আক্রমণের বিরুদ্ধে প্রচারণার জন্য “ডাইনোসরের শাসন” (দি রুল অফ ডাইনোসরস) নামক শব্দটির ব্যবহার করা শুরু করেছে। | Punde baada ya matukio ya unyanyasaji ya hivi karibuni nchini Lebanon, Msemo wa “Utawala wa Dinosaurs” ulianza kutumika na wanaharakati wa mtandaoni kwenye kampeni dhidi ya uvamizi wa namna hii katika mitandao yao. |
3 | লেবাননের ব্লগার টনি তার পোস্টের শিরোনাম “কি ভাবে ডাইনোসরকে পোষ মানানো যায়”-এ এর অর্থ কি তা ব্যাখ্যা করছে: | Mwanablogu wa Lebanon Tonyanaeleza maana ya msemo huo katika makala yenye jina”“Jinsi ya Kummudu Dinosauri“: |
4 | লেবাননের কিছু ই-একটিভিস্ট (ইলেকট্রনিক্স জগৎে কাজ করা অ্যাকটিভিস্টরা) সম্প্রতি দেশের কিছু রাজনীতিবিদদের নাম দিয়েছে “ডাইনোসর”। | “Dinosauri” ni jina wanalopewa wanasiasa na wanaharakati wa mtandaoni siku hizi. |
5 | এই বিষয়টি তখন সামনে এসে দাঁড়ায়, যখন রাজনীতিবিদেরা সত্যিকারের সমস্যা বাদ দিয়ে স্বাধীনতা নামক বস্তুটির শ্বাসরোধ করা, জনতাকে চুপ করিয়ে দেওয়া, বইপত্র, নাটক এবং চলচ্চিত্রগুলোকে নিষিদ্ধ করা, অ্যাকটিভিস্টদের গ্রেফতার করা এবং বিদেশির প্রতি বর্ণবৈষম্যমূলক আচরণ করার দিকে মনোযোগ প্রদান করে। | Hii imetokea kutokana na wao kuacha kushughulikia matatizo ya msingi ya nchi na kushindia kunyima uhuru watu kwa; kunyamazisha watu, kupiga marufuku vitabu, tamthilia na filamu, kukamata wanaharakati na kufanya ubaguzi wa rangi hasa kwa wageni. |
6 | বলাই বাহুল্য এই নামটি একটি তামাশা মাত্র, তবে এই সমস্ত কাজে তাদের নিবৃত্ত করার ক্ষেত্রে আমাদের দৃঢ় প্রচেষ্টা কোন তামাশা নয়, এটি অনিবার্য। | Jina ni la utani tu, lakini malengo yetu ya kuwaangamiza si utani hata kidogo, na hayazuiliki. |
7 | আমাদের যুদ্ধের শিরোনাম “সব ডাইনোসরের একই রা”। | “Dinosauri wafananao huruka pamoja” ni jina la vita hivyo. |