Sentence alignment for gv-ben-20120224-23005.xml (html) - gv-swe-20111015-724.xml (html)

#benswe
1যুক্তরাষ্ট্র: ‘ওয়াল স্ট্রীট দখল’ জোরদার হচ্ছেUSA: “Occupy Wall Street” blir starkare
2এই পোস্ট আমাদের বিশেষ প্রতিবেদন #অকুপাই ওয়ার্ল্ড (বিশ্বব্যাপী দখল প্রতিবাদ) এর অংশ।
3আমরা যখন আমাদের প্রথম আর্টিকেল প্রচার করি ওয়াল স্ট্রীট দখল নামে একটি প্রতিবাদের ব্যাপারে যেখানে প্রতিবাদকারী দলটি জুকোটি পার্কে ক্যাম্প করে ছিল, সেটা স্থানীয় সংবাদপত্রের প্রথম পাতায় ও আসে নি।När vi publicerade våran första artikel om “Occupy Wall Street” [en] om en grupp om har slagit läger ute i Zuccotti Park så nådde det knappt lokala tidningars framsidor.
4বর্তমানে (অক্টোবর ২০১১) যখন হাজারে হাজারে অনুসারি এই উদ্দেশ্যে একত্র হয়েছে - যার মধ্যে ইউনিয়ন নেতা, স্লাভোজ জিজেক আর মাইকেল মুর সহ অন্য জনপ্রিয় বুদ্ধিজীবি আছেন- অবশেষে ওয়াল স্ট্রিট দখল স্থানীয় আর আন্তর্জাতিক মিডিয়ার নজর কেড়েছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যার মধ্যে আছে বোস্টন, হার্টফোর্ড, সিয়াটল, ওয়াশিংটন ডিসি আর টাম্পা (পূর্নাঙ্গ কভারেজের জন্য অকুপাই টুগেদার এর ওয়েবসাইট দেখুন)।För närvarande har tusentals anhängare anslutit sig till frågan - bland andra fackledare, intellektuella personer som Slavoj Zizek och andra personligheter såsom Michael Moore - Occupy Wall Street har fångat både nationell och internationell medias intresse, och protesterna har nått många andra städer i USA, bland andra Boston, Hartford, Seattle, Washington D.C. och Tampa (se Occupy Togethers hemsida [en] för heltäckande information).
5এই আন্দোলনটি এতোটাই মনোযোগ আকর্ষন করেছে যে এটা রাজনীতিবিদ আর মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে, যার মধ্যে আছেন সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের এরিক আল্টারম্যান, যিনি বিক্ষোভের অধৈর্য আর ক্ষোভ বুঝতে পারেন। তিনি আরও সমর্থন করেন অর্থনীতিতে নোবেল বিজয়ী জোসেফ স্টিগ্লিজের তত্ত্বকে, যাকে বলা হচ্ছে ‘১% এর যুগ', অর্থাৎ ইঙ্গিত করেছেন যুক্তরাষ্ট্রের ১% লোকেদের যারা প্রায় সব সম্পদ কুক্ষিগত করে রয়েছে।Rörelsen har fått så mycket uppmärksamhet att den till och med blev ett diskussionsämne bland politiker och proffs inom media, bland andra Erik Alterman Eric Alterman från the Center for American Progress, som förstår rörelsens “otålighet och ilska” [en] och han stöder det som vinnaren av novelpriset i ekonomisk vetenskap, Joseph Stiglitz, en gång ansåg vara “1%:ens era” som pekar på den 1% som innehar större delen av USAs rikedom.
6হাজারো প্রতিবাদকারী ওয়াল স্ট্রীটের আশে পাশে অবস্থান নিয়েছে।Hundreds of thousands of protestors have gathered in the surrounding areas of Wall Street.
7ছবি ফ্লিকার থেকে ডেভিড শ্যন্কবোনের সৌজন্যে (সিসি বাই-এনসি ২.Image from david_shankbone on flickr (CC-BY NC 2.0)
8০) তবে অন্যরা এই মত সমর্থন করেননা: রিপাব্লিকের প্রেসিডেন্ট প্রার্থী হেরম্যান কেন ওয়াল স্ট্রীট দখলের বিরুদ্ধে সমালোচনা করেছেন, এই দাবি করে যে অর্থনৈতিক মন্দা ওয়াল স্ট্রীটের কারনে না বরং তা হোয়াইট হাউসের কারনে, আর বলছেন যে বিক্ষোভকারীদের নিজেদের দোষ দেয়া উচিত কেন তারা কোটিপতি না আর কেন তাদের চাকরি নেই (যা রিপাবলিকান আর নতুন লিবারেল মতবাদের বিতর্কের একটা ধারা)।Trots allt delar inte andra denna åsikten: Republikanernas presidentkandidat Herman Cain har avfyrat kritik mot Occupy Wall Street [en]. Han hävdar att den ekonomiska krisen inte har sin grund på Wall Street utan snarare i det Vita Huset och bibehåller att demonstranterna borde skylla sig själva [en] för att de inte är miljonärer och inte har jobb (ett argument i enighet med republikanska och nyliberala ideologier.)
9যেমন ধারণা করা হচ্ছিল তার মন্তব্য জোরালো সমালোচনার ঝড় তুলেছে আর একে ‘অযৌক্তিক মতবাদ' বলা হচ্ছে।Som väntat har hans kommentarer gett upphov till stark kritik när de blev klassificerade som en “irrationell ideologi.
10এনজে.” [en]
11কমের ব্লগার রবার্ট ডাব্লিউ স্নাইডারের মতো ব্লগাররা বিশ্বাস করেন যে বিক্ষোভের গল্পগুলোকে আর একটু ভালো করে তুলে ধরা যায়, যেহেতু প্রেস বিক্ষোভকারী আর পুলিশের ভিতরের সংঘর্ষকেই শুধু মুখ্য করে তুলে ধরছে।Bloggare som Robert W. Snyder från nj.com anser att protesternas historia förtjänar en bättre vinkel då pressen har fokuserat mer på konfrontationerna mellan demonstranter och polis.
12আমরা যেমন ষাটের দশকে দেখেছি, অযাচিত কাভারেজের কারনে একটা শান্তিপূর্ণ বিক্ষোভকে সমস্যা সৃষ্টিকারী অল্প কিছু লোকের সমস্যা বলে দেখা হয়।Som vi såg på sextiotalet definierades en fredlig protest av oproportionerlig täckning från en minoritet bland demonstranter som ville ställa till med problem.
13প্রায় এমন দেখা যায় যে, ছবি আর শিরোনাম ছিল যা সব থেকে ভ্রান্তিকর ছিল।Som så ofta är fallet var det foton och rubriker som var mest missvisande.
14কাজ আর ক্ষোভ দেখানোর জন্য ছবি দারুন, কিন্তু কথায় সব থেকে ভালোভাবে যা বোঝা যায় তা ছবি তুলে আনতে পারেনা।Fotografier är bra på att fånga handling och ilska men de kan inte bära nyanser som bäst beskrivs av ord.
15দ্যা স্পেক্ট্যাকেল ব্লগ এর জোসেফ ললার ওয়াল স্ট্রিট দখল আর চরম রক্ষণশীল টি পার্টি প্রচারণার মধ্যে পার্থক্য তুলে ধরেছেন, যেহেতু কেউ কেউ মনে করেন যে পরেরটি একটি রাজনৈতিক দল হিসাবে দেখা দিতে পারে।The Spectacle Blogs Joseph Lawler klargör skillnaden mellan Occupy Wall Street och det ultrakonservativa Tea Party Movement då vissa spekulerar att den tidigare kan komma att bli en politisk grupp.
16ওয়াল স্ট্রিট দখল প্রতিবাদকর্মীদের ছবি দেখে, এই বিক্ষোভ, অন্তত এখনের মতো, মনে হয় ‘বিদ্রোহী তরুণ' এর ধারার বিক্ষোভের কাছাকাছি। 'টি পার্টির' বিরক্ত নাগরিক ধারার মত নয়।Att döma av foton på Occupy Wall Street-aktivister verkar rörelsen, i alla fall för stunden, vara närmare “rebellisk ungdom” vad gäller protest, snarare än känslan av “utleda medborgare” som the Tea Party har.
17দেখা যাক এখান থেকে ঘটনা কোন দিকে মোড় নেয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ওয়াল স্ট্রিট দখল প্রতিবাদের যে ক্ষোভ আর বাড়তে থাকা শক্তি তা অন্য দিকে ঘোরানোর চেষ্টা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা তার চাকুরি তৈরির প্রস্তাবকে গ্রহণযোগ্য করার জন্য।Experter bekräftar att president Barack Obama har försökt att kanalisera den ilska och tilltagande styrka som Occupy Wall Street har byggt upp för att rättfärdiga hans anslag om skapande av arbetstillfällen.
18দ্যা ফাস্টার টাইমের জাস্টিন ভাসাল্লো মনে করেন যে ওয়াল স্ট্রিট দখল প্রেসিডেন্টের মিশন চালিয়ে যাওয়ার জন্য ভাবমূর্তিকে কাজে প্রমান করেনি:Justin Vassallo från The Faster Times [en] tror trots allt inte att Occupy Wall Street har stärkt presidentens image för att fortsätta att fortsätta hans arbete:
19ওবামা যদি সত্যিকার অর্থ ওয়াল স্ট্রিট দখল বিক্ষোভ অনুসরণ করে থাকেন, তার বোঝা উচিত যে তাকে ছাড়াই একটা বাড়তে থাকা আবেগী আমেরিকান দল তৈরি হচ্ছে।Om Obama verkligen har följt Occupy Wall Street-rörelsen så måste han inse att en passionerad och växande koalition inom det amerikanska folket redan mobiliseras utan honom.
20বিশেষ করে টুইটারে, কেউ কেউ ওয়াল স্ট্রীট দখল নিয়ে তাদের মতামত জানিয়েছেন এর সম্ভাব্য রাজনৈতিক কর্মকান্ড নিয়ে, যেমন আনেডিটেড ক্যামেরা:Särskilt på Twitter har vissa uttryckt sina åsikter med avseende till Occupy Wall Streets möjliga politiska motiv, till exempel Unedited Camera(@Uneditedcamera):
21@আনেডিটেড ক্যামেরা: #ওয়ালস্ট্রিটদখল এই বিদ্রোহ রাজনৈতিক দলের না।#occupywallstreet denna rörelsen handlar inte om politiska partier.
22এটা আমাদের জীবনকে গণতান্ত্রিক করার।Den handlar om att demokratisera våra liv.
23অন্য দিকে ক্রিস স্পেন্সার এই বিদ্রোহকে অন্য ভাবে সমালোচনা করেছেন:Chris Spencer (@Chris_M_Spencer), å andra sidan, har kritiserat rörelsen på följande sätt:
24@ক্রিস এম স্পেন্সার: ক্রন্দন্রত বাচ্চার সংজ্ঞা: করপোরেশনের প্রতি ক্ষুব্ধ হওয়া কারন আপনি চাকুরিহীন @অকুপাইওয়ালস্ট্রিট #অকুপাইওয়ালস্ট্রিট #ওডাব্লিউএস #ফিউটিলিটিDefinitionen av en lipsill: att vara arg på företag för att du är arbetslös. @OccupyWallSt #OccupyWallStreet #OWS #futility
25একই ভাবে কার্মাজেওন বিশ্বাস করেন যে এই বিদ্রোহ সময় নষ্ট করছে:På samma sätt anser curmudgeon (@Curmudgeonisto) att rörelsen slösar bort sin tid:
26@কার্মাজেওনিস্টো: #ওয়ালস্ট্রিট দখল বিক্ষোভকারীরা কম দরিদ্র হতেন যদি তারা তাদের নষ্ট করা চেষ্টার অর্ধেকও শিক্ষা/ প্রশিক্ষন/ চাকরির পেছনে দিতেন।#OccupyWallstreet demonstranterna skulle vara mindre “fattiga” om de la hälften av sin bortkastade energi på att söka Utbildning/Skolning/Jobb #OWS #TCOT
27ওয়ালস্ট্রিটদখল নিউইয়র্ক স্থানীয় কর্তৃপক্ষের ব্যবহার করা শক্তি সম্পর্কে জানিয়েছেন:OccupyWallStreetNYC (@OccupyWallStNYC) svarade på våldet som brukas av lokala myndigheter:
28@ওয়ালস্ট্রিটদখলএনওয়াইসি: তাদের শক্তির বিরুদ্ধে সব থেকে ভালো সাড়া হলো আরও শান্তি।Det bästa gensvaret på deras våld är mer fred.
29#ওয়ালস্ট্রিটদখল#occupywallstreet #sep17
30জরডান হ্যাম্মোন্ড ওয়াল স্ট্রিট দখল কে গান্ধীর একটা উক্তি দিয়ে ব্যাখ্যা করেছেনঃJordan Hammond (@InktViek) beskriver Occupy Wall Streets kamp med ett citat från Gandhi:
31@ইঙ্কটভিক: #ওয়ালস্ট্রিটদখল প্রতথমে তারা আপনাকে উপেক্ষা করে, পরে আপনাকে নিয়ে হাসে, তারপরে আপনাকে প্রতিরোধ করে, এর পরে আপনি জেতেন”- গান্ধী। এরা এখন আমাদের প্রতিরোধ করছে।#occupywallstreet “först ignorerar de dig, sedan skrattar de åt dig, sedan bekämpar de dig, sedan vinner du” - Ghandi [sic], nu kämpar de mot oss
32নীচে কিছু অংশগ্রহনকারীদের মন্তব্যসহ একটা ভিডিও রয়েছে:Nedan har vi en video med kommentarer från några av deltagarna: