# | ben | swe |
---|
1 | কম্বোডিয়ার গার্মেন্টস কারখানায় অচেতন হয়ে পড়েছে ৩৩৭ জন কর্মী | Förra veckan svimmade 337 arbetare i Kambodjas klädfabriker |
2 | একটি কারখানায় কর্মীরা অসুস্থ হয়ে পড়লে তাঁদের একটি ক্লিনিকে পাঠানো হয়। | [Samtliga länkar leder till engelskspråkiga sidor om inte annat anges.] |
3 | কমিউনিটি লিগ্যাল এডুকেশন সেন্টারের ফেসবুক পাতা থেকে নেওয়া ছবি। | Arbetare skickades till en läkarmottagning efter att de svimmat i den klädfabrik där de arbetar. |
4 | এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কম্বোডিয়ার গার্মেন্টস কারখানাগুলোতে গণ হারে কর্মীরা অচেতন হয়ে পড়ছে বলে তিন দিন ধরে রিপোর্ট করা হয়েছে। | Foto från Community Legal Education Centers Facebooksida Tre dagars mass-svimningar rapporterades från klädfabriker i Kambodja under den första veckan i april. |
5 | দেশটির রাজধানী শহর নমপেনে এ পর্যন্ত মোট ৩৩৭ জন গার্মেন্টস কর্মীর সংজ্ঞাহীন হয়ে পড়ার খবর পাওয়া গেছে। | I landets huvudstad Phnom Penh skickades 337, övervägande kvinnliga, arbetare till fyra olika mottagningar för läkarbehandling. |
6 | তাদের মধ্যে বেশির ভাগই নারী কর্মী। চিকিৎসার জন্য তাদের চারটি পৃথক ক্লিনিকে পাঠানো হয়েছে। | Under veckan svimmade människor i 11 byggnader inom tre fabriker belägna i Vantanak Park: Shenzhou, Daqian Textile och New Wide. |
7 | সাড়া সপ্তাহ ধরে ভানতানাক পার্কের ভিতরে অবস্থিত তিনটি গার্মেন্টস কারখানার ১১ টি দালানে গণ হারে অজ্ঞান হয়ে পরার এই ঘটনাগুলো ঘটেছে। | Dessa namn är inte kända utanför Kambodja, men de producerar kläder för de internationella sportvarumärkena Adidas, Puma och Nike. |
8 | কারখানা তিনটি হচ্ছে শেনঝু, দাকিয়ান টেক্সটাইল এবং নিউ ওয়াইড। | |
9 | কারখানা তিনটির নাম কম্বোডিয়ার বাইরে তেমন পরিচিত না হলেও, এখানে খেলার পোশাকের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড এডিডাস, পুমা এবং নাইকির জন্য পোশাক তৈরি করা হয়। | Kambodjas klädtillverkningssektor är en exportindustri som är värd ca 32.7 miljarder svenska kronor och anställer över 600 000 människor. |
10 | গার্মেন্টস খাত থেকে কম্বোডিয়া প্রতি বছর রপ্তানি বাবদ ৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। | Under flera år har arbetare i fabrikerna klagat över undermåliga löner. |
11 | এই খাতে দেশটির ৬ লক্ষেরও বেশি লোকের কর্মসংস্থান রয়েছে। তবে সেখানে গার্মেন্টস কর্মীরা অনেক বছর ধরেই নগণ্য মজুরি প্রদানের অভিযোগ করে আসছে। | Representanter för arbetarna misstänkte inledningsvis att “ohygienskt vatten och ohygiensk mat samt starka fabriksångor” orsakat de omfattande svimningsanfallen bland arbetarna. |
12 | শ্রমিক দলগুলো প্রাথমিকভাবে সন্দেহ করছে যে, “অনিরাপদ খাবার ও পানি এবং কাপড়ের রঙয়ের কড়া গন্ধের” কারনে কর্মীরা অসুস্থ হয়ে পড়তে পারে। | Mass-avsvimningar har rapporterats regelbundet och skyllts på de dåliga arbetsförhållanden som råder i fabrikerna. |
13 | প্রায় নিয়মিতভাবেই গার্মেন্টস কর্মীদের এই ধরনের গণ হারে অচেতন হয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। এসব খবরে সাধারনত কারখানার ভেতরে কাজের খারাপ পরিবেশকে এর কারন হিসেবে দায়ী করা হয়েছে। | I december förra året bad klädarbetarna regeringen att höja minimilönen från 80 till 160 USA-dollar (motsvarande från ca 523 till 1045 svenska kronor) i månaden. |
14 | গার্মেন্টস কর্মীরা গত ডিসেম্বর মাসে তাদের নূন্যতম মাসিক মজুরি ৮০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১৬০ মার্কিন ডলার করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। | Regeringen svarade att landets ekonomi inte kunde klara mer än en höjning på 15-20 USA-dollar. |
15 | কিন্তু সরকার বলছে, অর্থনীতির প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে হলে তাদের মজুরি সর্বোচ্চ ১৫ থেকে ২০ মার্কিন ডলার বাড়ানো সম্ভব। | Klädfabrikernas fackföreningar organiserade då en landsomfattande strejk, men denna skingrades med våld av polisstyrkor i januari. |
16 | সরকারের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় গার্মেন্টস ইউনিয়নগুলো সারা দেশে ধর্মঘট পালন শুরু করে। তবে জানুয়ারি মাসে সহিংস উপায়ে পুলিশ তাদের ধর্মঘট ছত্রভঙ্গ করে দেয়। | Platsen för den blodiga kraftåtgärden ligger bara några meter ifrån en av de fabriker där arbetare svimmade en masse häromveckan. |
17 | এই সপ্তাহে যে তিনটি কারখানার কর্মীরা গণহারে অচেতন হয়ে পড়েছে, সে তিনটির মাঝে একটি কারখানা থেকে মাত্র কয়েক মিটার দূরের একটি স্থানে পুলিশ এবং গার্মেন্টস কর্মীদের মাঝে সেই রক্তাক্ত মারামারির ঘটনাটি ঘটেছিল। | |
18 | এই এপ্রিল মাসের ৩ তারিখে, ২০০ জনেরও অধিক গার্মেন্টস কর্মী কানাডিয়া পার্কে অচেতন হয়ে পড়েছে। | Den 3:e april i år svimmade över 200 klädarbetare i Canadia Park, platsen för den blodiga strejken i jan 2014. |
19 | ২০১৪ সালের জানুয়ারি মাসে এখানেই রক্তাক্ত সংঘর্ষটি ঘটেছিল। | CMO rapporterade. pic.twitter.com/S5RUQQDjwn- Sopheak SREY (@sopheaksrey) den 3 april 2014 |
20 | দ্যা কমিউনিটি লিগ্যাল এডুকেশন সেন্টার গার্মেন্টস কর্মীদের অচেতন হয়ে যাওয়ার সাথে তাদের পুষ্টিহীনতা এবং কম মজুরির একটি যোগসূত্র খুঁজে পেয়েছে। | |
21 | দলটি এসব নামী দামী ব্র্যান্ডগুলোকে তাদের যোগান-শৃঙ্খলে কর্মরত শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য জোড়ালো সুপারিশ করেছেঃ | Community Legal Education Center kopplade samman svimningarna med undernäring hos klädarbetarna samt deras dåliga löner. |
22 | যেখানে এডিডাস, পুমা এবং নাইকির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বিভিন্ন নীতিমালা, নিয়মাবলী এবং মাপকাঠি বলছে যে কর্মীদের মৌলিক চাহিদা পূরণের জন্য যথাযথ মজুরি প্রদান করা অত্যন্ত জরুরি। | |
23 | তাদের ন্যায্য সঞ্চয় এবং খরচের জন্যও মজুরি প্রদান অত্যাবশ্যকীয়। সেখানে এই ঘটনাতে তারা সহযোগী বলা যায়। | Gruppen manade globala varumärken att förbättra förhållandena för arbetarna inom deras leveranskedjor: |
24 | বিভিন্ন নীতিমালা থাকা সত্ত্বেও তাদের যোগান-শৃঙ্খলে কর্মরত শ্রমিকেরা কোন বাস্তব সুবিধা পাচ্ছে না। | Internationella märken såsom Adidas, Puma och Nike är medskyldiga till det som hänt. |
25 | এডিডাস, পুমা এবং নাইকির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডগুলোর প্রতি আমাদের আহ্বান, তারা যেন ন্যায্য মজুরির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করে। | Medan de har olika kodex och standarder som säger att löner måste kunna täcka de anställdas grundläggande behov samt rimliga besparingar och utgifter, så nås inte arbetarna inom deras leveranskedjor av några påtagliga fördelar. |
26 | কেননা, বর্তমানে যে পরিমান মজুরি প্রদান করা হয় তাতে শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ হয় না। এমনকি এই পরিমান মজুরি দিয়ে তারা মানুষের মর্যাদা সম্পন্ন একটি জীবন যাপন করতে পারেন না। | Och vi vädjar till internationella varumärken såsom Adidas, Puma och Nike att ta till konkreta åtgärder för att ta itu med de löner som för närvarande inte möter grundläggande behov eller möjliggör ett värdigt, mänskligt liv. |
27 | দলটি সরকারকেও গার্মেন্টস কর্মীদের মজুরি বাড়ানোর পরামর্শ দিয়েছেঃ | Gruppen rådde även regeringen att höja arbetarnas löner: |
28 | যতো দ্রুত সম্ভব মজুরি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। | |
29 | যে সব ব্যবসা বর্তমানে কম্বোডিয়ার সাথে সম্পৃক্ত আছে সে সব ব্যবসা ক্ষেত্রে জড়িত সকল ধরনের দুর্নীতি বন্ধের জন্যও আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। | Vi vädjar om att regeringen omedelbart återupptar löneförhandlingarna och gör ett slut på den inhemska korruption som företag numera associerar Kambodja med. |
30 | ২০০ জনেরও অধিক গার্মেন্টস কর্মী একটি কারখানায় অচেতন হয়ে পড়েছে। | Över 300 klädarbetare svimmade på fabriksgolvet. |
31 | কমিউনিটি লিগ্যাল এডুকেশন সেন্টারের ফেসবুক পাতা থেকে নেওয়া ছবি। | Foto från Community Legal Education Centers Facebooksida. |