Sentence alignment for gv-ben-20120805-29772.xml (html) - gv-swe-20120731-3184.xml (html)

#benswe
1বাহরাইনঃ অলিম্পিক প্রতিযোগিতা বয়কট করাBahrain: “Bojkotta OS”
2এই প্রবন্ধটি লন্ডন অলিম্পিক-২০১২ এবং বাহরাইন বিক্ষোভ ২০১১/১২ নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Detta inlägg är del av våra specialövervakningar Olympiska spelen i London 2012 och Bahrain-protesterna 2011/12.
3বাহরাইনের ক্রীড়া বিষয়ক যে কোন কাজের সম্মুখ সারিতে আছেন যুবরাজ নাসের বিন হামাদ আল খালিফা, যিনি বাহরাইনের বাদশার পুত্র। সে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত নয়,তার পরিবারের আর সবার মত সে নিয়োগপ্রাপ্ত, যে পরিবারটি এখন দেশটির ক্ষমতায়।Sonen till kungen av Bahrain, prins Nasser Bin Hamad Al Khalifa, är galjonsmannen för Bahrains idrott; inte demokratiskt vald men utsedd liksom resten av familjen, som sitter vid makten.
4গত বছর ১৪ ফেব্রুয়ারি নামক গণজাগরণের পর থেকে এই তরুণ সুনাম অর্জন করেন, যখন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, দেশটির রাজনৈতিক পরিবর্তনের দাবিতে আয়োজিত ব্যাপক বিক্ষোভের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত বাহরাইনি খেলোয়াড় অংশ গ্রহণ করে, তিনি ব্যক্তিগতভাবে তাদের অনেকের উপর অত্যাচার করেছেন।Den unge mannen blev berömd efter upproret den 14 februari förra året, då han anklagas för att personligen ha torterat många bahrainska atleter, som slutit sig till demonstranterna under de omfattande protesterna för politisk förändring i landet.
5গণজাগরণের সময়টায় নাসের টুইটার ব্যবহার করে, যা সে তার প্রকৃত নামে করেছিল। সে সময় শাসক বিরোধীদের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিশোধ নেবার সে হুমকি প্রদান করে।Nasser använde sig av Twitter under upproret, tweetade under sitt riktiga namn och hotade ta hämnd på regimens motståndare.
6যখন লন্ডন অলিম্পিক থেকে তাকে বহিষ্কার করার প্রচারণা শুরু হয়, তখন সে তার সব টুইট মুছে ফেলে।När kampanjer [en] började begära att han skulle uteslutas ifrån OS i London raderade han sina tweets.
7টুইটারে তার অনুসারীর সংখ্যা ৬৬,২৫৪ জন এবং তার টুইটের সংখ্যা শূন্য।66.254 efterföljare och inga tweets.
8গত মাসে যখন খেলোয়াড়দের উপর করা অত্যাচারের অভিযোগের প্রেক্ষিতে লন্ডন অলিম্পিক থেকে নিষিদ্ধ হয়ে যাবার ভয়ে যুবরাজ তার সকল টুইট মুছে ফেলে।Alla tweets raderades förra månaden då prinsen fruktade att han skulle bannlysas från London till följd av tortyranklagelser.
9গত বছরের নভেম্বর মাসে, ইএসপিএন নামক টিভি চ্যানেল বাহরাইনের গ্রেপ্তারকৃত এবং অত্যাচারিত খেলোয়াড়দের সাথে পুনরায় দেখা করে বিশাল এক উত্তেজনার সৃষ্টি করে।Förra november tog ESPN upp frågan om Bahrains häktade och torterade atleter igen.
10তাদের এই ভিডিওতে ক্রীড়াবিদেরা জাতীয় দলে তাদের আসন হারানো, গ্রেফতার হওয়া, বিশ্বাসঘাতক হিসেবে নানান ভাবে অপমানিত হওয়া, শিয়া মত বিশ্বাসী হওয়ার কারণে অপমানিত হওয়া, এবং ব্যক্তিগতভাবে যুবরাজের দ্বারা অত্যাচারিত হওয়ার মত ঘটনা নিয়ে কথা বলে।I videon pratar atleterna om hur de förlorat sina platser i lagen, häktats, förödmjukats svårt som förrädare, sett sin shiitiska tro förolämpas samt torterats personligen av prinsen.
11অত্যাচারকারীকে গ্রেফতার করArrestera torteraren
12অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে একজন একটিভিস্ট [নোট: নিরাপত্তার কারণে ছদ্মনামে টুইট করেছে] বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে নাসের বিন হামাদ-এর ছবি টুইট করে:Under öppningsceremonin av de Olympiska spelen tweetade en anonym aktivist den här bilden av Nasser Bin Hamad tillsammans med Bahrains utrikesminister:
13ছদ্মনামধারী: সম্মুখ সারিতে ডানের লাল টাই পড়া ব্যক্তি, সে #অলিম্পিকে একজন ভিআইপি।Anonym: Killen längst fram till höger med den röda slipsen.
14সে ক্রীড়াবিদদের উপর অত্যাচারকারী একজন।VIP på OS. Han är en torterare.
15সে হচ্ছে #বাহরাইনের যুবরাজ নাসের।Av atleter. Prins Nasser av #Bahrain.
16বাহরাইনু সিটিজেন মন্তব্য করেছে:Bahrainy Citizen kommenterade:
17@বাহরাইনুসিটিজেন:নাসের বিন হামাদ ব্যক্তিগত ভাবে আটককৃতদের উপর অত্যাচার করার সাথে যুক্ত এবং আজ তাকে #অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে।@Bahrainycitizen: Nasser Bin Hamad var personligen inblandad i tortyr av häktade och har idag tillstånd att vara närvarande vid öppningsceremonin #Olympics
18টুইটারকারী কেনেথ লিপ উল্লেখ করেছেন:Tweetaren Kenneth Lipp noterade:
19@কেনেথলিপ:আমি শুনতে পেয়েছি যে বাহরাইনের রাজ পরিবার অলিম্পিকে অংশ গ্রহণ করছে। যে কোন সভ্য জাতি হলে তাদের সাথে সাথে গ্রেফতার করত।@kennethlipp: Jag hör att Bahrains kungliga familj är närvarande på OS. En civiliserad nation skulle arrestera dem omedelbart.
20ইরাকি একটিভিস্ট খালিদ ইব্রাহিম টুইট করেছে:Irakiske aktivisten Khalid Ibrahim tweetade:
21@খালিদইব্রাহিম১২:কোন সন্দেহ নেই #বাহরাইনের এক অত্যাচারীকে #যুক্তরাজ্যের সরকারের দাওয়াত করা #অলিম্পিক যে সমস্ত নৈতিকতা এবং নীতি স্থাপন করেছে তার বিরুদ্ধাচরণ।@khalidibrahim12: Utan tvekan är en inbjudan till en torterare från #Bahrain av regeringen i #Uk [Storbritannien] i strid med all etik och alla principer som #Olympics [OS] bygger på.
22এর প্রতিবাদে, বাহরাইনের মানবাধিকার একটিভিস্ট মরিয়াম আলখোওয়াজা (কারাগারে আটক বিরোধী নেতা আব্দুলহাদি আলখোওয়াজার কন্যা) অলিম্পিক বয়কট করার আহবান জানান:Som svar uppmanade aktivisten för bahrainska mänskliga rättigheter Maryam Alkhawaja (dotter till den fänglade dansk-bahrainska oppositionsledaren Abdulhadi Alkhawaja) till bojkott av de Olympiska spelen:
23@মারিয়ামআলখোওয়াজা:আরটি যদি আপনারা একমত হন: আমি #অলিম্পিক২০১২ বয়কট করছি কারণ প্রমাণ প্রদান করা সত্ত্বেও #যুক্তরাজ্য এবং #অলিম্পিক কমিটি #বাহরাইনের এক অভিযুক্ত অত্যাচারকারীকে অংশগ্রহণের অনুমতি প্রদান করল।@MARYAMALKHAWAJA: RT om du håller med: Jag bojkottar #olympics2012 [OS2012] för att trots bevis tillåter #UK [Storbritannien] o #Olympics [OS] påstådd torterare från #Bahrain att närvara
24যে সমস্ত ক্রীড়াবিদ আমাদের প্রতিনিধিত্ব করে নাAtleterna representerar inte oss
25অলিম্পিকে অংশ নেওয়া বাহরাইনি ক্রীড়াবিদের মধ্যে মাত্র তিনজনের পিতামাতা বাহরাইনি।Enbart tre av Bahrains olympiska atleter har bahrainiska föräldrar.
26ছবি টুইটারের @ আলি_মিলানেল্লোর।Bild av @Ali_Milanello på Twitter.
27অলিম্পিক বয়কটের আহবান জানানোর আরেকটি কারণ হচ্ছে দলে উল্লেখযোগ্য সংখ্যা বিদেশী ক্রীড়াবিদের নেওয়া।Ytterligare en orsak bakom uppmaningarna att bojkotta de olympiska spelen är antalet neutraliserade atleter i det bahrainska OS-laget.
28উদ্বোধনী অনুষ্ঠানের সময় অনেক বাহরাইনি নাগরিক টুইট করেছে যে, ওই সমস্ত ক্রীড়াবিদদের দলে অর্ন্তভুক্ত করা হয়েছে এবং বাহরাইনের সাথে যাদের কোন সম্পর্ক নেই, যদিও তারা খেলায় প্রতিনিধিত্ব করার জন্য এই দেশের জাতীয়তা গ্রহণ করেছে এবং এর জন্য টাকা পেয়েছে।Under öppningsceremonin tweetade många bahrainer om de atleter som neutraliserats och inte hade några band med Bahrain alls utöver den nationalitetsbenämning som krävs för att representera landet under spelen och få betalt för det.
29এই বিষয়টি বাহরাইনে একটি বিতর্কিত বিষয়, বিশেষ করে যখন এই বিষয়টি বিবেচনা করলে যে কি ভাবে ওই সমস্ত খেলোয়াড়রা বাহরাইনের “ অনাকাঙ্ক্ষিত” খেলোয়াড়দের সরিয়ে তার স্থান দখল করে এবং রাজনৈতিক আত্মীকরণ” [অন্য দেশের নাগরিকদের নিজ দেশের নাগরিকত্ব প্রদান করা] -এর কারণে, যা কিনা দীর্ঘ সময় ধরে সরকার অনুশীলন করে আসছে তার সমর্থকদের ভিত্তিকে আরো বিস্তৃত করার লক্ষ্যে এবং এই কারণে তাদেরকে নিরাপত্তা বাহিনীতে চাকুরী প্রদান করা হচ্ছে।Frågan är kontroversiell i Bahrain med tanke på hur dessa atleter kommit att ersätta “oönskade” bahrainiska atleter och eftersom “politisk neutralisering” länge har tillämpats av regeringen för att utöka dess bas av sympatisörer och anställa dessa inom säkerhetsstyrkorna.
30তার এক মন্তব্যে বাহরাইনি আলা'আ আল সিহাবী টুইট করেছে:Bahrainiska Ala'a Al Shehabi tweetade kommentaren:
31@আলাআসিহাবী:যখন আমরা #বাহরাইনের অলিম্পিক দলের সদস্যদের দেখলাম হৃদয়ে কোন আনন্দ অনুভব করলাম না, এদের মধ্যে বাহরাইনের নিদর্শন হিসেবে একজন বাহরাইনি নাগরিককে রেখে দেওয়া হয়েছে [বাকীদের নাগরিকত্ব প্রদানের মাধ্যমে দলে নেওয়া হয়েছে]। কারাবন্দী ২০ জন ক্রীড়াবিদদের জন্য আমাদের হৃদয় কেঁদে উঠছে।@alaashehabi: Ingen glädje då vi ser #Olympics [OS-]laget från #Bahrain med en symbolisk bahrainier (resten naturaliserade) - våra hjärtan är tunga vid tanken på de över 20 fängslade atleterna
32ব্যাঙ্গের সাথে বাহরাইনি ব্লগার আমিরা আল হুসাইনী লিখেছে:Bahrainiska bloggaren Amira Al-Hussaini skrev sarkastiskt:
33@জাস্টআমিরা: #অলিম্পিকে অংশ নেওয়া আমাদের #বাহরাইনি ক্রীড়াবিদদের প্রায় সকলের জন্ম হয় হয় কেনিয়া না হয় ইথিওপিয়ায়।@JustAmira: Nästan alla i #Olympics [OS-]laget från #Bahrain föddes i Etiopien och Kenya.
34উপলব্ধি করতে পারিনি যে সে সব জায়গায় বিশাল এক বাহরাইনি সম্প্রদায় বাস করে!Insåg inte att vi hade en så stor bahrainisk befolkning där!
35তিনি এর সাথে আরো যুক্ত করেছেন:Hon la även till:
36@জাস্টআমিরা:এটা হত বাহরাইনের জন্য দারুণ একটি ব্যাপার যদি#অলিম্পিকে #টিয়ারগ্যাস ছোঁড়ার মত অনুরূপ কোন প্রতিযোগিতা থাকত।@JustAmira: Skulle vara fantastiskt för #Bahrain om det fanns en tävling i #teargassing [tårgasning] på #Olympics [OS]
37একই ভাবে, শাসক-পন্থী টুইটার ব্যবহারকারী @এটেকস্টের [আরবী ভাষায়] শাসক বিরোধী বিক্ষোভকারীদের সমালোচনা করে লিখেছে:I samma anda skrev Twitter-användaren @ATEEKSTER [ar], som stödjer regimen, i kritik mot regimmotståndare:
38@এটেকস্টের:খুব খারাপ যে অলিম্পিকে “মলোটোভ বোমা ছোড়ার” মত কোন প্রতিযোগিতা নেই, তাহলে আমরা সেই প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেতাম@ATEEKSTER: Synd att OS inte har en gren för “Molotov-kastning”, vi kunde ha vunnit guld i det.
39তালা এর জবাবে বলছেন :Tala svarade med att säga:
40@তালতোল১১: যখন আমি আপনাকে গুলি করব তখন যদি আপনি মারা যান সেই দৃশ্য দেখার জন্য তাজা বুলেট ব্যবহার করার মত খেলার বিষয়ে আপনি কি বলবেন।@Taltool11: vad sägs om grenen där man använder skarp ammunition för att se om du dör när jag skjuter dig
41Detta inlägg är del av våra specialövervakningar Olympiska spelen i London 2012 och Bahrain-protesterna 2011/12.