# | ben | swe |
---|
1 | স্পেন: “আমাদের স্মৃতি জাগরূক, আমরা ন্যায়বিচার চাই” | Spanien: “Vi har minne, vi vill ha rättvisa” |
2 | স্পেনের ন্যাশনাল অডিয়েন্স ( জাতীয় শ্রবণকারী) ম্যাজিস্ট্রেট, বালতাজার গারজোন গিউরতেল মামলার বন্দি এবং তাদের আইনজীবীদের মধ্যে কথোপকথন রেকর্ড করার জন্যে বেআইনীভাবে ওয়্যারটেপ বসানোর আদেশ প্রদানের দায়ে অভিযুক্ত এবং আইন পেশা থেকে ১১ বছরের জন্যে বিরত [স্প্যানিশ ভাষায়] করা হয়েছে । | Baltasar Garzón, domare vid Audiencia Nacional, har dömts till 11 års avstängning från tjänst [sp], för att ha beordrat undersökning av samtal som hållits i fängelse av svaranden och advokater i Gürtel-fallet. |
3 | এটি একটি সরকারী তহবিল আত্মসাৎ মামলা যার কারণে পপুলার পার্টির (বর্তমান সরকারের নেতৃত্বপ্রদানকারী ডানপন্থী দল) দুই ডজন সদস্য বরখাস্ত হয়েছে। | Detta fall handlade om olaglig användning av offentliga medel och innebar att ett tjugotal ledare för Partido Popular (högerparti och nuvarande regeringsparti i Spanien) tvingades avgå. |
4 | বিচারক গারজোন স্পেনীয় গৃহযুদ্ধ ও ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের সময়ে সংঘটিত অপরাধের তদন্তে তার কর্মদক্ষতার প্রতিশ্রুতি ব্যক্ত করার পর থেকে প্রতারণার দায়েও অভিযুক্ত; যে কারণে আন্তর্জাতিক মিডিয়া, রাজনীতিবিদ [স্প্যানিশ ভাষায়] এবং শত শত নাগরিক [স্প্যানিশ ভাষায়] রায়টিতে ক্ষুব্ধ ও মর্মাহত। | Domare Garzón anklagas också för “svikligt förfarande i tjänst” efter att ha förklarat sig behörig i undersökningen av brott begångna under inbördeskriget och Francoregimen, vilket sammanlagt lett till att internationella medier, politiker och hundratals medborgare [båda sp] uttryckt missnöje och bestörtning över domen. |
5 | গৃহযুদ্ধ ও ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের সময়ে সংঘটিত অপরাধগুলোর শাস্তি এখনো হয়নি। | |
6 | বিচারক গারজোন নিজেই অভিযুক্তিটির নিন্দা জ্ঞাপন করেছেন একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে: “আজকে আমাকে যে রায়টি জানানো হয়েছে আমি তা সজোরে প্রত্যাখ্যান করছি” [স্প্যানিশ ভাষায়], যা প্রকাশিত হয় তিনি তার বিরুদ্ধে রায়টি শোনার মিনিট কয়েক পরেই: | Domare Garzón förklarade själv sitt avståndstagande till domen via pressmeddelande strax efter att ha hört utslaget: “Jag tar bestämt avstånd från domen som har delgivits mig i dag” [sp]. |
7 | মামলাটির বিষয়ে সাবেক কংগ্রেসম্যান ফেদেরিকো মেয়র জারাগোজার সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছিল। | Den före detta parlamentsledamoten Federico Mayor Zaragoza[1] [en] gav en intervju om fallet. |
8 | [1]সংশ্লিষ্ট বিষয়ে তিনি একজন বিশিষ্ট ব্যক্তি যিনি সক্রিয়ভাবে সামাজিক আন্দোলন #১৫এম সমর্থন করছেন, আমরা তার সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরছি: | Eftersom det gäller en betydelsefull, offentlig person, som aktivt stödjer den sociala rörelsen #15M [anm. åsyftar protestaktioner i Spanien 2011], har vi här överfört intervjun: |
9 | জনগণ, সংবাদমাধ্যম এবং এমনকি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এগারো বছরের জন্যে জাতীয় দর্শক ম্যাজিস্ট্রেট, বিচারক গারজোনকে অযোগ্য করার রায়টিকে বিশ্বাস করেনা। | Medborgarna, pressen och även den internationella pressen tror inte på domen om 11 års avstängning från tjänst för domare Garzón, domare vid Audiencia Nacional. |
10 | অল্প কথায়, দোষী সাব্যস্ত করার ব্যাপারে আপনি কি মনে করেন? | I korthet, vad kan vara värt att säga om domen? |
11 | অনুশোচনার যোগ্য। | Beklaglig. |
12 | ইতোমধ্যে আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি এবং আমি আবার বলছি যে আমি কখনো আইনের জন্যে লড়িনি, লড়েছি ন্যায়বিচারের জন্যে। | Såsom jag redan visat vid flera tillfällen, och som jag gör idag igen: jag har aldrig kämpat för en Rättsstat utan för en Stat för rättvisa. |
13 | যে আইন একটি অযোগ্য এবং গণতন্ত্রবিরোধী সত্তাকে তার বেআইনী ব্যবসা উন্মোচনকারী বিচারকটিকে অভিযুক্ত করার সুযোগ দেয়, সেটিরই পরিবর্তন হওয়া উচিৎ | Och den lag, som tillåter en icke presentabel och antidemokratisk organisation att anklaga domaren som lyckats avslöja dess skumma affärer, måste förändras radikalt och skyndsamt. |
14 | আপনার কাছে কী ফ্রাঙ্কোর শাসন শেষ হয়ে যাওয়ার ৪০ বছর পরও এসময়ে সংঘটিত অপরাধগুলির জন্যে অন্যান্য দেশ যেমন জার্মানি, আর্জেন্টিনা, চিলি ইত্যাদির মতো কোন নিরপেক্ষ তদন্ত না খোলা যৌক্তিক মনে হয়? | Tycker du att det är logiskt att man, efter över 40 år sedan slutet av Francos regim, fortfarande inte har startat en opartisk utredning av brott under Francoregimen, som man han har gjort i andra länder, såsom Tyskland, Argentina, Chile, m.fl? |
15 | এটা সম্পূর্ণ অযৌক্তিক। | Det är fullständigt orimligt. |
16 | একটি খাঁটি গণতন্ত্র এবং কাউকে বাদ না দিয়ে সকল জনগণের আত্মমর্যাদার জন্যে একটি ঐতিহাসিক স্মৃতি জরুরী। | Det historiska minnet är oumbärligt för en verklig demokrati och alla medborgares värdighet, utan undantag. |
17 | যা ঘটেছে সে সম্পর্কে সত্যটিকে আড়াল করা বিব্রতকর। | Det är synd att man fortsätter förhindra en fördjupad insikt i vad som hänt. |
18 | গতকাল গারজোন সমর্থক বিক্ষোভকারীরা স্লোগান ধরেছিল, “আমাদের স্মৃতি আছে, আমরা ন্যায়বিচার চাই”, যেহেতু তারা ন্যায়বিচার চান না, তাই তারা আমাদের স্মৃতিকে প্রতিরোধ করছেন। | I går skanderade de protestanter som stödjer Garzón: “Vi har minne, vi vill ha rättvisa”. Eftersom de inte vill se rättvisa, hindrar de oss från att minnas. |
19 | বিচারক গারজোন যখন অগাস্তো পিনোশে (চিলির মৃত সাবেক স্বৈরশাসক) এবং চিলির শাসকগোষ্ঠীর অপরাধের বিরুদ্ধে মামলা করেছেন তখন অর্ধেক বিশ্ব তার প্রশংসা করেছে। | Domare Garzón hyllades av halva världen när han inledde målet mot Augusto Pinochet (den avlidne tidigare diktatorn i Chile) och den chilenska diktaturens brott. |
20 | এদেশে আমরা আমাদের অভ্যন্তরীণ অবিচার চোখে না দেখে বা দেখতে না চেয়ে কী বিদেশীদের প্রশংসা করি? | Är det så, att i detta land välkomnar vi handlingar som utförs mot andra länder medan vi inte ser, eller inte vill se, de inrikes orättvisorna? |
21 | ইতোমধ্যে বিচারক গারজোন সারাবিশ্বে একটি সম্পূর্ণ অসাধারণ উচ্চতায় আরোহণ করেছেন। | Domare Garzón har redan ett anseende på internationell nivå som är fullständigt extraordinärt. |
22 | একটি সুউচ্চ স্থান থেকে বিশ্বকে দেখেছি বলে আমি নিশ্চয়তা দিচ্ছি যে বিচারক গারজোন বিশ্বখ্যাতি এই নোংরা স্পেনীয় রায়ে কলঙ্কিত হবে না। | Jag har betraktat världen från en utsiktspunkt som idag gör det möjligt för mig att försäkra att domare Baltasar Garzóns anseende i världen inte kommer att fördärvas av denna simpla spanska dom. |
23 | এখানে আপনি মূল সাক্ষাৎকারটি পড়তে পারেন। | Du kan läsa intervjun i original här [sp]. |
24 | [1] ফেদেরিকো মেয়র জারাগোজা, স্পেনীয় সরকারের (১৯৭৪-১৯৭৫) শিক্ষা এবং বিজ্ঞান বিষয়ক আন্ডার সেক্রেটারি, স্পেনীয় সংসদে (১৯৭৭-১৯৭৮) গ্রানাডা অঞ্চলের ইউসিডি প্রতিনিধি, সরকারের প্রেসিডেন্টের উপদেষ্টা (১৯৭৭-১৯৭৮), শিক্ষা এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষা মন্ত্রী (১৯৮১-১৯৮২) এবং ইউরোপীয় পার্লামেন্টে (১৯৮৭) সিডিএস প্রতিনিধি ছিলেন। | [1] Federico Mayor Zaragoza: den spanska regeringens Statssekreterare för utbildning och vetenskap 1974-1975; spansk riksdagsledamot (1977-1978) för UCD; redan under den politiska övergången rådgivare till regeringschefen (1977-1978); utbildnings- och vetenskapsminister (1981-1982) och ledamot av Europaparlamentet (1987) och senare vice generaldirektör för Unesco under två mandatperioder. |
25 | সর্বশেষ তিনি ১৯৮৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ইউনেস্কো মহাপরিচালক হিসেবে পরপর দু‘টি পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেন। | Under senare tid är han ordförande för Fundación Cultura de Paz (ung. |
26 | বর্তমানে তিনি শান্তির সংস্কৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিশ্বের শিশুদের জন্যে একটি শান্তির সংস্কৃতি এবং অহিংসা প্রচারের জন্য আন্তর্জাতিক দশকের স্বেচ্ছাসেবী বোর্ডের একজন সদস্য। | Stiftelsen för fredskultur) [en] och medlem i Comité de Apoyo de ATTAC (ATTAC:s stödkommitté) [sp]. |