Sentence alignment for gv-ben-20120214-22657.xml (html) - gv-swe-20120216-1894.xml (html)

#benswe
1সৌদি আরব: সাংবাদিক হামজা কাশগারির ভাগ্য ঝুলছেSaudiarabien: Journalisten Hamza Kashgaris öde hänger på en tråd
2সৌদি সাংবাদিক হামজা কাশগারি গত সপ্তাহে নবী মোহাম্মদের সাথে একটি কাল্পনিক কথোপকথন টুইট করে সামাজিক প্রচার মাধ্যমে বিস্ফোরণ সৃষ্টি করেন।Den saudiske journalisten Hamza Kashgari startade en eldstorm inom sociala medier i förra veckan, då han tweetade en föreställd konversation med profeten Mohammed.
3ইতোমধ্যে মুছে ফেলা তার টুইটে তিনি নবীর কাছে লিখেছিলেন: “আমি আপনার মধ্যেকার বিদ্রোহীকে পছন্দ করি” কিন্তু “আমি আপনাকে ঘিরে থাকা ধর্মীয় দ্যুতিটিকে পছন্দ করি না।I sina tweets, som sedan dess raderats, skrev han till profeten: “Jag har älskat rebellen i dig” men “Jag tycker inte om gudomlighetens gloria som omger dig.
4আমি আপনার জন্য প্রার্থনা করবো না।”Jag ska inte be för dig.”
5তিনি আরো লিখেছিলেন,”আমি সম অবস্থান থেকে [আপনার কর মর্দন করবো] হাত মেলাব। … আমি আপনার সাথে কথা বলবো একজন বন্ধুর মতো, তার বেশি নয়।”Han skrev också: “Jag ska skaka [din hand] som en jämbördig… Jag ska tala till dig som en vän, ingenting mer.”
6টুইট প্রকাশ করতে না করতেই, কাশগারি মৃত্যুর হুমকি পেতে শুরু করেছেন।Inte långt efter att hans tweets publicerats började Kashgari motta dödshot.
7একটি সামাজিক প্রচার মাধ্যম সাইটে তার ঠিকানা পোস্ট করে ধর্মীয় নেতারা তাকে ফাঁসি দেয়ার জন্যে অথবা ধর্মত্যাগের জন্যে তার বিচার করার আহ্বান জানান।Hans adress publicerades på en webbplats för sociala media och imamer började begära att han skulle bli avrättad eller åtalad som avfälling.
8৮ ফেব্রুয়ারী তিনি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশত্যাগ করেন। … কিন্তু মালয়েশিয়ায় ট্রানজিটের সময় স্থানীয় কর্তৃপক্ষ তাকে আটক করে; তার অল্পকাল পরেই খবর বেরোয় যে সৌদি আরব একটি নির্বাসন আদেশ জারি করেছে।Den 8 februari flydde han från landet på väg mot Nya Zealand, men fångades på genomresa i Malaysia av lokala myndigheter, som kvarhöll honom; strax efteråt kom nyheten att Saudiarabien utfärdat en utlämningsorder.
9মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী হাশিমুদ্দিন হুসেনকে উদ্ধৃত করে বলা হয়েছে যে মালয়েশিয়া কাশগারিকে সৌদি আরবে প্রত্যাবাসন করবে।I ett citat [en] av den malaysiske inrikesministern Hishammudin Hussein ska han ha sagt att Malaysia skulle sända hem Kashgari till Saudiarabien.
10কাশগারির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাত্র মধ্যসপ্তাহে আবির্ভূত ফেসবুকের একটি পৃষ্ঠার বর্তমান সদস্যসংখ্যা দেড় হাজারেরও বেশি।En Facebook-sida [en] solidarisk med Kashgari som dök upp i mitten av veckan har nu över 1.500 medlemmar.
11প্রকাশিত হওয়ার সময়ের মতো কাশগারির প্রত্যাবাসন থেকে মালয়েশীয় কর্তৃপক্ষকে বিরত রাখতে একটি অন্তবর্তী আদেশ জারি করা হয়েছে:Då den engelska orginalartikeln publicerades hade en provisorisk order utfärdats för att hindra malaysiska myndigheter att deportera Kashgari:
12@ফাদিয়ানাদওয়া:বিচারপতি রোহানা ইউসুফ জেযেড #হামজকাশগারি সৌদি আরবে প্রত্যাবাসন বন্ধ করতে সরকারের প্রতি একটি অন্তবর্তী আদেশ জারি করেছে।@FadiahNadwa[en]: Domaren Rohana Yusuf jz gav provisorisk order att stoppa reg fr att deportera #HamzaKashgari till Saudiarabien.
13পুলিশকে দেয়ার জন্যে আদালতের আদেশটি আমাদের পথেই রয়েছে।På väg att leverera domstolsbeslutet till polisen.
14আবার কাশগারিকে নির্বাসিত করার অসমর্থিত সংবাদও পাওয়া গেছে একটি মতামত যুদ্ধTrots detta kom dock motstridiga rapporter om att Kashgari hade utlämnats. Åsiktsstrid
15কাশগারির বিচারের যুক্তিতে সামাজিক নেটওয়ার্কে তার স্বদেশী সৌদি নাগরিকদের মধ্যে একটি মতামত যুদ্ধ শুরু হয়েছে।En åsiktsstrid förs på sociala nätverk, där många av Kashgaris saudiska landsmän fortsätter att argumentera för en rättegång.
16সৌদি আরব ও মালয়েশিয়ার নাগরিকসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্যদের কাশগারিকে মালয়েশিয়া থেকে নির্বাসন না দেয়ার আহ্বানের সংখ্যা তাদের বিচারের আহ্বানের সংখ্যাকে হার মানিয়েছে বলে মনে হচ্ছে ।Deras begäran tycks vara i minoritet jämfört med kraven från medborgare världen över - liksom från saudiska och malysiska medborgare - att Malaysia inte utlämnar Kashgari.
17সৌদি ব্লগার আহমেদ আল ওমরান বিশ্বাস করেন যে মামলাটিতে চোখে দেখার চেয়ে বেশি কিছু আছে:Saudiske bloggaren Ahmed Al Omran tror [en] att det ligger något mer bakom detta fall:
18নবীকে স্পর্শ করে এমন কিছুকে মুসলমানেরা কিভাবে নিবে তা আমি বুঝতে পারলেও, এটা পুরো গল্পের ব্যাখ্যা নয়।Medan jag förstår att många muslimer tar anstöt av sådant som berör profeten, tror jag inte att detta utgör hela förklaringen.
19হ্যাঁ, অনেকে এসংক্রান্ত বিষয়গুলোকে শক্তভাবেই দেখবেন এবং সেই অনুসারে তারা প্রতিক্রিয়াও ব্যক্ত করবেন।Ja, många hyser starka känslor i dessa frågor och därför reagerade de i enlighet med detta.
20তবুও এটা স্পষ্ট যে ডানপন্থী অনেকেইে ঘটনাটি থেকে সুবিধা নেয়ার এবং রাজনৈতিক ফায়দা লুটার সিদ্ধান্ত নিয়েছেন।Det är dock tydligt att många inom den politiska högern bestämde sig för att utnyttja händelsen för att vinna personliga poäng och politiska fördelar.
21এটা খুব কাছে ঝুলে থাকা একটি ফল।Det var frukter som bara väntade på att plockas.
22কেউ কেউ হয়তো ধর্মীয় রক্ষণশীলদের নবীর সম্মান রক্ষার বিষয়টিকে নিছক ধার্মিকভাবে দেখতে পারেন, অন্যরা বলছে আরো কিছু রয়েছে এর পিছনে - আসলে এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ।Medan många helt enkelt ser religösa konservativas försvar av profetens ära som tecken på gudfruktighet säger andra att det ligger mer bakom; att det här faktiskt är del av en långsiktig plan.
23আরব নিউজের লেখিকা মারিয়াম সম্ভাব্য অভিযোগের ব্যাপারে আতংকিত:Mariam, skribent för Arab News, är förfärad över de potentiella anklagelserna:
24@ওনলিমাইটুইটস্:ঈশ্বর মানবজাতিকে বিচারের অধিকার দিয়েছেন একথা বলা কোন আয়াত বা হাদীস আমার জানা নেই।@onlymytweets [en]: Jag kan inte erinra mig att en ayah eller hadith sagt att Gud har överfört auktorietet till människorna att döma.
25অথবা শুধু আমাকে?Eller har jag fel?
26#হামজকাশগারি @সালমানতাসীর#HamzaKashgari @SalmaanTaseer
27স্বঘোষিত সৌদি আমেরিকান কবি বিনতে তালাল, কাশগারির নিরাপত্তা জন্য তার উদ্বেগ টুইট করছেন।Självförklarat saudi-amerikanska poeten Bint Talal har tweetat om sin oro för Kashgaris säkerhet.
28ভদ্রমহিলা টুইট করেছেন:Hon tweetar:
29@মাজদা৭২:আমি ঘুমাতে যেতে চাই, তবে আমি #হামজাকাশগারির জন্যে ভয় পাচ্ছি।@majda72 [en]: Jag vill sova men jag är uppslukad av fruktan å #HamzaKashgari s vägnar.
30আমি সারাক্ষণ টুইটারে নজর রাখছি এবং খারাপটাই আশংকা করছি।Jag kollar twitter hela tiden o fruktar det värsta.
31সামাজিক প্রচার মাধ্যমের প্রতিক্রিয়ায় রাগান্বিত @আরফাতানি টুইট করছেন:@RFatani [en] känner ilska inför reaktioner som publicerats via sociala media, och tweetar:
32@আরফাতানি:হাজার হাজার টুইটে #হামজাকাশগারির মাথা ফেলে দিতে বলছে!@RFatani [en]: 1000-tals tweeps som kräver att #HamzaKashgari s huvud ska rulla!
33‘ঘৃণা উদ্দীপক' আইন আছে এমন দেশগুলোতে তাদের প্রবেশ নিষিদ্ধ করা উচিৎ।De skulle bannlysas från att komma in i länder med lagar om “uppvigling till hat”
34হুমকির সাজাটি যে অপরাধের সাথে সঙ্গতিপুর্ণ নয়, সেই ব্যাপকবিস্তৃত অনুভূতিটিই প্রতিফলিত হয়েছে লেখক খালেদ আলমাঈনার টুইটগুলোতে:Skribenten Khaled Almaeenas [ar] tweets ger uttryck för den allmänna uppfattningen att de straff Kashgari hotas med inte passar brottet:
35@খালেদআলমাঈনা: ঈশ্বর ক্ষমাশীল এবং মোহাম্মদ (সাঃ) জীবিত থাকলে তিনি তার কৈফিয়ৎ শুনে তাকে হয়তো ক্ষমা করে দিতেন।”@khaledalmaeena [ar]: Gud är barmhärtig och om Muhammed (frid vare med honom) levde skulle han ha lyssnat på hans ursäkt och förlåtit honom.”
36কাশগারিকে হয়তো ফেরৎ পাঠানো হতে পারে - সৌদি আরবে একথা শুনতে আগ্রহীদের মধ্যে অন্যতম @আবোতামেন টুইট করেন:Bland de i Saudiarabien som var glada att höra att Kashgari kunde komma att utlämnas var @AboTamem, som tweetade:
37@আবোতামেন:@এনসারেন্ড্রানএন আমাদের ভাই হামজা তার বাড়ির পথে … সে আপনার আইনের অধীন নয়!!@AboTamem [en]: @nsurendrann Vår bror HAMZA är på väg hem… han står inte under er lag!!
38#হামজাকাশগারি#hamzakashgari
39@এমকাবএমআর, মনে করেন কাশগারি বেশি বেশি করে ফেলেছেন:@mkambr [en]: kände också att Kashgari gått för långt:
40@এমকাবএমআর:মুহাম্মদ (সাঃ)কে ব্যক্তিগতভাবে ব্যঙ্গকারী যে কোন ব্যক্তিই #হামজকাশগারির মতো একজন অনাস্থাভাজন ব্যক্তি ।@mkambr [en]: Personligen är var och en som förlöjligat profeten Muhammed (frid vare med honom) en icke önskvärd person #HamzaKashgari
41কিন্তু টুইটারের সাধারণ অনুভূতির সাথে বেশি মিল আছে @আরবরেভুলুশান-এর টুইটটিতে:Men @ArabRevolutions tweet var mer representativt för den allmänna uppfattningen på Twitter:
42@আরবরেভুলুশান: শুধু একথাই বলতে চাই, আমি বা অন্যান্য লাখো মুসলমানের কেউই # হামজাকাশগারি নিয়ে সৌদিদের সিদ্ধান্তের সাথে একমত নই। #ফ্রিহামজাক@ArabRevolution [en]: Vill bara få sagt att varken jag eller miljoner andra muslimer håller med om vad Saudi beslutar att göra med #HamzaKashgari #freehamza