# | ben | swe |
---|
1 | দক্ষিণপূর্ব এশিয়ার তিন চাকার যান | Sydostasiens trehjulingar |
2 | টুকটুক, বেকা, কুলিগিলিগ, ট্রাইশো, পেডিক্যাব, বেচাক, ট্রাইসাইকেল, এগুলো হচ্ছে দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের বিখ্যাত সব তিন চাকার যান। | Tuktuk, Beca, Kuliglig, Trishaw, Pedicab, Becak, Tricycle. Dessa är alla namn på de berömda trehjuligar som vanliga i Sydostasien. |
3 | এগুলোকে এখানকার শহরের রাস্তা দেখা যায়, কিন্তু এই সমস্ত এলাকার সরকার সমূহ এখন শহরের প্রধান প্রধান রাস্তায় এই অদ্বিতীয় তিন চাকার যান (পেডিক্যাব) এবং যন্ত্র চালিত রিকশা বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে। | De ses ofta på gatorna i många städer, men myndigheter försöker sätta stopp för de allmänt förekommande cykel- och motorcykeldrivna taxidroskorna i större genomfarter. |
4 | ক্যাম্বোডিয়ার রাজধানী নমপেনের রাস্তায় ব্যাগ ছিনতাই প্রতিরোধক সহ সজ্জিত টুকটুক। | Tuktuk försedd med när mot väskryckare i Phnom Penh, Kambodja. |
5 | ছবি ক্যাসি নেলসনের | Foto av Casey Nelson |
6 | ক্যাম্বোডিয়ার কাম্পাট নামক এলাকায় টুকটুকে করে গরু নিয়ে যাওয়া হচ্ছে। | Ko i Tuktuk i Kampot, Kamdodja. Fotot från Tales from an Expat |
7 | ছবি টেল ফ্রম এন এক্সপ্যাট-এর। | Tuktuk med regnskydd. |
8 | বৃষ্টির হাত থেকে টুকটুককে রক্ষার জন্য বিশেষ আচ্ছাদন। | Foto från anuradhacs Flickr-sida med tillstånd |
9 | ছবি অনুরাধাক-এর ফ্লিকারে পাতা থেকে নেওয়া। | Tuktuk i Thailand. |
10 | সিসি লাইসেন্স-এর মাধ্যমে তা ব্যবহার করা হয়েছে। | Foto från Blue Funnies Flickr-sida med tillstånd |
11 | থাইল্যান্ডের টুকটুক। | Tuktuk i Laos. |
12 | ছবি ব্লু ফানিজ-এর ফ্লিকারে পাতা থেকে নেওয়া। | Foto från Luluks Flickr-sida med tillstånd |
13 | সিসি লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে। | Kuliglig, motordriven cykeltaxi i Manila. |
14 | লাওসের টুকটুক, ছবি লুলুক-এর ফ্লিকারের পাতা থেকে নেওয়া। | Foto från gino.mempins Flickr-sida med tillstånd |
15 | সিসি লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে। | Manilas stadsförvaltning vill få bort Kuligligs från gatorna. |
16 | ম্যানিলার কুলিগিলিগ বা যান্ত্রিক তিন চাকার যান, ছবি জিনো. | Foto från Siopao Masters Flickr-sida med tillstånd |
17 | মেমপিন-এর ফ্লিকার পাতা থেকে নেওয়া। | Trehjuling i Dumaguete, Filippinerna. |
18 | সিসি লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে। | Foto av författaren |
19 | ম্যানিলার পৌর কর্তৃপক্ষ এখন শহরের রাস্তা থেকে কুলিগিলিগ উঠিয়ে দিতে চায়। | Specialkonstruerade trehjulingar för att klara den backiga terrängen i Pagadian, Philippines. |
20 | ছবি সিওপাও মাস্টার-এর। | Foto av författaren |
21 | সিসি লাইসেন্স এর অধীনে ব্যবহার করা হয়েছে। | E-Tuktuks med reservdelar från Thailand kommer snart till Europa. |
22 | ফিলিপাইনসের ডুমাগুয়েটার তিন চাক্কার যান। ছবি লেখকের। | I Filippinerna lanserades förra året s.k. ETrikes. |
23 | ফিলিপাইনসের পাগাডন নামক পাহাড়ি এলাকার জন্য বিশেষ প্রযুক্তির তিন চাকার যান। ছবি লেখকের। | De använder litiumjonackumulator (Li-jonbatteri)som vanligen finns i bärbara datorer och mobiltelefoner. |
24 | ই-টুকটুক, যার খুচরা যন্ত্রাংশ থাইল্যান্ডে তৈরি হচ্ছে, শীঘ্রই তা ইউরোপে এসে হাজির হবে। | Här nedan syns en E-Trike i Davao City i södra Filippinerna. |
25 | এদিকে গত বছর ফিলিপাইনস-এ, ই-ট্রাইক নামক তিন চাকার যান চালু করা হয়েছে। | De främjas för att minska användningen av fossila bränslen: |
26 | নিচে ফিলিপাইনস-এর ডাভাও সিটিতে চালু হওয়া ই-টুকটুক- এর ছবি, যা জীবাশ্ম জ্বালনি ব্যবহার-এর পরিমাণ কমিয়ে আনার উদ্দেশ্য চালু করা হয়েছে। | |
27 | ছবি কার্লোস মানলুপিগের | Foto av Karlos Manlupig |
28 | মালয়েশিয়ার পেনাং-র ভ্রমণ করার সময় জান শিম, বেকা বা রিকশায় চড়েছেন, পেনাং দেখার বেশ কয়েকটি উপায় রয়েছে, আর এর মধ্যে কৌতূহল জনক এক উপায় হচ্ছে তিন চাকার যানে করে ঘোরা, যা স্থানীয়ভাবে বেকা বা রিকশা নামে পরিচিত। | Jan Shim åkte med en s.k. Beca eller rickshaw när han reste runt i Penang, Malaysia:Det finns många sätt att se Penang, och ett av de mest intressanta är från cykeltaxi. |
29 | এটা পরিবহনের একটা ভালো উপায় , যার মধ্যে দিয়ে ফেরির যাত্রীরা অবসরে শান্তি মত পেনাং-এর রাস্তায় ঘুরে সময় কাটাতে পারে। | Den är även känd som beca eller rickshaw och är ett pittoreskt transportmedel som forslar passagerare genom gatorna i Penang i en lugn och behaglig takt. |
30 | মালয়েশিয়া সাইকেল রিকশা (মালয় ভাষায় বেকা) ক্রমশ পায়ে টানা রিকশার জায়গায় দখল করে নিচ্ছে। | Handdragna rickshaws har gradvis ersatts av cykelrickshaws (beca på malaysiska) i Malaysia. |
31 | দ্রুত শহরায়ণ, ৭০ -এর দশকে সাইকেল রিকশা শহরগুলোতে একচেটিয়া ভাবে চলত। | Culeltaxi var allmänt förekommande i städerna ända fram till 1970-talet. |
32 | এরপর থেকে দ্রুত শহরায়ণ-এর ফলে আরো কার্যকর গণ পরিবহনের দাবী বাড়তে থাকে, যার ফলে সাইকেল রিকশার পরিমাণ ক্রমশ কমতে থাকে। | Sedan dess har den snabba urbaniseringen ökat efterfrågan på mer effektiv kollektivtrafik, och antalet cykeltaxi har minskat. |
33 | আজকের দিনে মূলত পর্যটন এলাকাগুলোতে পায়ে টানা রিকশা দেখা, যা পর্যটকদের আকর্ষণ করার জন্য চলছে, মালাক্কা, পেনাং, কেলানতান এবং তেরেংগানু এলাকায় এগুলো দেখা যায়। | Idag finns cykeltaxi i huvudsak som turisktattraktion och det finns ett litet antal i Malacca, Penang, Kelantan och Terengganu. |
34 | ইন্দোনেশিয়ার বেকাক। | Becak i Indonesien. |
35 | ছবি অরজিনাল নোমাডের ফ্লিকারের পাতা থেকে নেওয়া। সিসি লাইসেন্স অনুসারে ব্যবহার করা হয়েছে | Foto från Original Nomads Flickr-sida med tillstånd |
36 | এম-এক্সপ্লোরার ইন্দোনেশিয়ার সিয়ানতার শহরের প্রাচীন মোটর সাইকেল পেডিক্যাব সিয়ানতার সম্বন্ধে লিখেছে। | M-Explorer skriver om Pedicab Siantar, en antik motorcykel i staden Siantar i Indonesien. |
37 | এডউইন ইন্দোনেশিয়ার এক আলাদা রকমের পেডিক্যাব সম্বন্ধে লিখেছে। | Edwin beskriver den indonesiska cykeltaxins unika design. |
38 | এনচ্যান্টিং ইডেন উল্লেখ করেছে যে আধুনিক যান এসে বেকা নামক যানটিকে হটিয়ে দিচ্ছে। | Enchanting Eden noterar att Becaks håller på att ersättas av moderna fordon: |
39 | যখন বেকা শহরে আগমন ঘটে তখন এগুলো ছিল খুব আলাদা এক ধরনের যান, এ কারণে দ্বীপরাষ্ট্রের শহরের পৌরসভাগুলো এগুলোর পুরোনো অবস্থা এবং অমানবিক প্রকৃতির দেখে এগুলোকে নিষিদ্ধ করে, তার বদলে থাইল্যান্ডের টুকটুকের মত যান্ত্রিক ট্রাইকস চালু করে। | Becaks håller snabbt på att bli alltmer sällsynta då myndigheter över hela öriket förbjuder dem för att de är förlegade och inhumana. De ersätts av motoriserade versioner, liknande Thailands tuktuk. |
40 | এটা একটা পরিহাসের বিষয় যে যখন ইন্দোনেশিয়া এই ঘটনা ঘটেছে তখন বাকী বিশ্ব, বিশেষ করে উন্নত দেশসমূহে “ পরিবেশ বান্ধব যুক্ত যে কোন কিছু গ্রহণ করেছে, তারা নতুন করে ভিন্ন চেহারার পেডিক্যাব গ্রহণ করছে। | Det är ironiskt när man tänker på att medan detta händer i Indonesien, förespråkar resten av världen, i synnerhet de högutvecklade länderna, allt som kan kallas “ett grönt alternativ”, och man återinför cykeltaxi i en form eller annan. |