# | ben | swe |
---|
1 | আফ্রিকা: ছবি ও ভিডিওতে মানবিকতার জয়গান | Afrika: Mänskligheten hyllas i bilder |
2 | সম্প্রতি ২১টি ছবিকে গুরুত্ব দেয়া একটি বাজফীডের নিবন্ধ ফেসবুকে ১৬ লক্ষ শেয়ারের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যা মানবিকতার প্রতি আপনার বিশ্বাসকে পুনরুদ্ধার করবে। | [Alla länkar går till engelskspråkiga sidor, om inte annat anges.] En artikel från BuzzFeed, som nyligen spreds som en löpeld över webben och delades över 1,6 miljoner gånger på Facebook, lyfte fram 21 bilder som återställer tron på mänskligheten. |
3 | দুর্ভাগ্যবশত, আফ্রিকা এবং আফ্রিকাবাসীরা এখানে অনুপস্থিত। | Tyvärr fanns inte Afrika eller afrikaner representerade. |
4 | বিদ্যমান বর্ণনা পরিবর্তনের প্রচেষ্টা সত্ত্বেও, আফ্রিকা মহাদেশ এখনো একটি শীর্ষ আন্তর্জাতিক সাহায্য গ্রহীতা এবং যেখানে আন্তর্জাতিক এনজিওগুলোর ঝুঁকিপূর্ণ স্থানীয় জনগণকে ‘উদ্ধার' করতে আসার স্থান হিসেবে ব্যাপকভাবে পরিচিত। | Trots ansträngningar att förändra bilden av Afrika, är kontinenten fortfarande allmänt känd som den främsta mottagaren av internationellt bistånd och det ställe internationella, ideella organisationer besöker för att “rädda” den ömtåliga, lokala befolkningen. |
5 | মহাদেশটির প্রচুর চাহিদা অস্বীকার করার উপায় না থাকলেও অঞ্চলটির অনেক মানবিক গল্প থেকে প্রায়ই আফ্রিকাবাসীদের আফ্রিকাকে সাহায্য করার গল্পটি হারিয়ে যায়। | Medan det naturligtvis inte går att förneka att det råder stora behov på kontinenten, så försvinner ofta de regionala berättelser som handlar om hur afrikaner hjälper afrikaner. |
6 | তবে আফ্রিকা মহাদেশের মানবিক চেতনার সাক্ষ্য প্রমাণের কোন অভাব নেই। | I själva verket finns en uppsjö av dessa historier, som berättar om den afrikanska kontinentens mänskliga sida. |
7 | এখানে কিছু ছবি ও ভিডিও প্রদর্শন রয়েছে যেগুলো বলে দেয় যে “আফ্রিকারও হৃদয় আছে”: | Nedan följer några bilder och videos som visar att även “Afrika har ett hjärta”: |
8 | মিশরে নামাজের সময় স্বদেশী নাগরিকদের সুরক্ষা: | Skyddar landsmän under bönetid i Egypten: |
9 | ৩রা ফেব্রুয়ারি, ২০১১ তারিখে মিশরীয় বিপ্লবের সময় কায়রোর তাহরির স্কোয়া্রে বিক্ষোভকারী এবং মিশরীয় রাষ্ট্রপতি মুবারকের সমর্থকদের মধ্যে সহিংসতার মাঝে খ্রিস্টানরা তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নামাজরত মুসলমানদের সুরক্ষা দেয়। | Den 3 februari, 2011, under den egyptiska revolutionen riskerade kristna egyptier livet för att skydda muslimer i bön på Tahrir Square i Kairo, mitt under våldet mellan demonstranter och den egyptiske presidenten Mubaraks anhängare. |
10 | ছবিটির প্রসঙ্গে আরো পটভূমি জানতে আমাদের মিশরের বিক্ষোভের বিশেষ কাভারেজ দেখুন। | För mer bakgrund till sammanhanget runt bilderna, se Global Voices Specialbevakning Egypten 2011/2012. |
11 | মিশরীয় কপ্ট (আরবের অমুসলিম) সম্প্রদায় ৩রা ফেব্রুয়ারি তাহরির স্কোয়ারে মুসলমানদের সুরক্ষা দিচ্ছে - পাবলিক ডোমেইন | Egyptiska kopter skyddar muslimer den 3 februari på Tahir Square - Allmänt tillgänglig bild |
12 | সুদানে আইডিপিরা স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগত: | Välkomnar hem internflyktingar i Sudan: |
13 | অভ্যন্তরীণ সমস্যার কারণে উদ্বাস্তুরা (আইডিপি) আরাম্বা'র আইডিপি শিবিরে সাত বছর বসবাস করার পরে তাদের নিজ গ্রাম সেহজানাতে ফিরে এসেছে। | Efter att ha levt som flyktingar inom sitt eget land under sju år, i ett flyktingläger i Aramba, återvänder internflyktingar till sin ursprungsby Sehjanna. |
14 | সেখানে থেকে যাওয়া তাদের আত্মীয় এবং বন্ধুরা তাদের স্বাগত জানিয়েছে। | De välkomnas av de släktingar och vänner som stannade kvar. |
15 | এই স্বেচ্ছাসেবী প্রত্যাবাসন কর্মসূচীটি আয়োজন করেছে জাতিসংঘের উদ্বাস্তু সংক্রান্ত হাই-কমিশনার (ইউএনএইচসিআর) এবং সুদানের মানবিক সাহায্য কমিশনের অফিস। | Det frivilliga återvändandet orgnaiseras av FN:s flyktingorgan UNHCR och den sudanesiska regeringskommissionen HAC. |
16 | আইডিপি'রা তাদের গ্রামে ফিরে এলে গ্রামবাসীরা তাদের জড়িয়ে ধরছে। ফ্লিকারে ইউএনএইচসিআর-এর ছবি (সিসি-লাইসেন্স-বাই) | Flyktingar återvänder till sin hemby och omfamnas av bybor på Flickr avUNHCR (CC licens-BY) |
17 | জাম্বিয়াতে বিপদ থেকে হাতিদের উদ্ধার: | Räddar nödsatta elefanter i Zambia: |
18 | জাম্বিয়ার নরমান কার সাফারি'র ক্যামেরন থেকে: “কাপানি লেগুন (উপহ্রদ) এলাকাটির প্রাণীদের পানীয় জলের একটি উৎস এবং স্বস্তিদায়ক কাদায় গোসলের একটি স্থান। | Från Norman Carr Safari i Zambia: “Kapani-lagunen är en källa för dricksvatten för områdets djur, liksom den plats de går till för ett uppfriskande lerbad. |
19 | সম্প্রতি লেগুনটিতে বেড়ানোর সময় হঠাৎ করেই একটি হাতির বাচ্চা দুর্ভাগ্যবশত কাদায় আটকে যায়। | Tyvärr hade en ung kalv oturen att fastna i leran nyligen under ett besök till lagunen. |
20 | শাবকটির চিৎকারে মা হাতিটি উদ্ধারে এগিয়ে এলে সেটি নিজেও আটকে যায়।” | Kalvens rop fick hennes mamma att skynda till undsättning, och fastna i leran hon också.” |
21 | কাদার মধ্যে আটকে যাওয়া হাতিগুলো। | Elefanter fast i lera. |
22 | আব্রাহাম বান্দা, নর্মান কার সাফারি | Bild av Abraham Banda, Norman Carr Safaris |
23 | দলটি হাতিদের উদ্ধার করার চেষ্টা করছে। | Arbetslag gör sitt bästa att rädda elefanterna. |
24 | আব্রাহাম বান্দা, নর্মান কার সাফারি | Bild av Abraham Banda, Norman Carr Safaris |
25 | হাতিটি কাদা থেকে বেরিয়ে এসেছে। | Elefanten kommer upp ur leran. |
26 | আব্রাহাম বান্দা, নর্মান কার সাফারি | Bild av Abraham Banda, Norman Carr Safaris |
27 | মাদাগাস্কারে একসঙ্গে ঘূর্ণিঝড় জয়: | Samarbete efter cyklon i Madagascar: |
28 | ১৩ই ফেব্রুয়ারি, ২০১২ তারিখে মাদাগাস্কারে ঘূর্ণিঝড় জিওভান্না মাদাগাস্কারে ভূমিধ্বস সৃষ্টি করে [ফরাসী ভাষায়]। | Cyklonen Giovanna drog in över Madagascar [fr] den 3 februari, 2012. |
29 | বাতাসের ১৯৪ কিলোমিটার (১২০ মাইল প্রতি ঘন্টায়) গতিসহ এই ৪ শ্রেণীবিভাগের ঘূর্ণিঝড়টি গাছ-পালা এবং বিদ্যুতের টাওয়ার উপড়ে ফেলেছিল। | Cyklonen klassades som kategori 4, med vindar på upp till 194 km, som slet upp träd med rötterna och välte elstolpar. |
30 | সরকারী প্রতিবেদন মতে এতে অন্ততঃ ১০জন হতাহত হয়। | Myndigheterna rapporterade åtminstone 10 olycksfall. |
31 | মাদাগাস্কারের দু'টি প্রধান শহর আন্তানানারিভো এবং তোমাসিনা'তে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় দেশটিতে এযাবৎকালের অন্ধকারতম ভ্যালেন্টাইন দিবস কাটে। | Madagaskars två största städer, Antananarivo och Toamasina, var utan el under långa perioder, vilket gjorde denna Alla Hjärtans Dag till landets mörkaste hittills. |
32 | ঘূর্ণিঝড়টি মালাগাসির জনগণের চেতনাকে পর্যুদস্ত করতে পারেনি, প্লাবিত এলাকাগুলো থেকে সরে আসার জন্যে সারাক্ষণ মুখে উজ্জ্বল হাসি নিয়ে একে অপরকে সাহায্য করে তাদের সহনক্ষমতা প্রদর্শন করেছে। | Men cyklonen kunde inte knäcka den madagaskiska andan; befolkningen visade prov på sin återhämtningsförmåga och hjälpte varandra att flytta ifrån de översvämmade områdena, allt medan de log sina största leenden. |
33 | ঘূর্ণিঝড় জিওভান্না সৃষ্ট বন্যার সময় জনগণ সারাক্ষণ হাসি মুখে একে অপরকে সাহায্য করছে। ছবি, টুইটার ব্যবহারকারী @একোলোনিয়া | Medborgare hjälper varandra med ett leende på läpparna trots översvämningarna efter cyklonen Giovanna av Twitter-användaren @aKoloina |
34 | ঘানায় প্রতিবন্ধী ছাত্রদের সাহায্য: | Hjälper handikappade studenter i Ghana: |
35 | ঘানার ক্রীড়াবিদ এবং এক্টিভিস্ট এমানুয়েল ওফোসু ইয়েবোয়াহ। | Emmanuel Ofosu Yeboah är en idrottsman och aktivist från Ghana. |
36 | গুরুতরভাবে বিকৃত ডান পা নিয়ে ইয়েবোয়াহ'র জন্ম হয়েছিল। | Yeboah föddes med ett svårt missbildat högerben. |
37 | প্রতিবন্ধীদের সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের সম্পর্কে ধারণা পরিবর্তনে ইয়েবোয়াহ দেশ জুড়ে ৩৮০ কিলোমিটার ভ্রমণ করেছেন। | Yeboah färdades 380 km landet runt för att öka medvetandet och ändra åsikter om handikappade människor. |
38 | তিনি প্রতিশ্রুতিশীল প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্যে এমানুয়েল শিক্ষা তহবিল খুলেছেন। | Han har startat stiftelsen Emmanuel Education Fund för lovande studenter med handikapp. |
39 | ইয়েবোয়াহহুইলচেয়ারে বসা একটি শিশুর সঙ্গে প্রতিবন্ধীত্ব জয় করা নিয়ে আলোচনা করছেন। | Yeboah pratar med ett barn i rullstol om hur man övervinner sitt handikapp. |
40 | এমানুয়েলের দান তথ্যচিত্র থেকে নেয়া একটি স্ক্রিনছবি | Skärmdump från dokumentären “Emmanuel's Gift” (“Emmanuels gåva”) |
41 | সেনেগালে শান্তিপূর্ণ নির্বাচন উদযাপন: | Firar fridfulla val i Senegal: |
42 | সেনেগালের একটি উত্তেজনাপূর্ণ নির্বাচনকালের ঐতিহাসিক পরিসমাপ্তি ঘটেছে ২৫শে মার্চ, ২০১২ তারিখে। | Ett historiskt slut på en valperiod full av spänningar ägde rum i Senegal den 25 mars, 2012. |
43 | ক্ষমতাসীন প্রেসিডেন্ট ওয়াদে তার স্বজনপ্রীতির এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের মাসব্যাপী বিক্ষোভের পর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন। | Den rådande presidenten Wade besegrades i presidentvalen efter att medborgare protesterat i månader mot hans nepotistiska och auktoritära regim. |
44 | ডাকারের শহরতলীতে জনগণ ওয়াদে শাসনের শান্তিপূর্ণ অবসান উদযাপন করেছে। | |
45 | বিক্ষোভকারীরা তাদের আনন্দ প্রকাশ করছে। ছবি, এনডি১(ওয়া)ম্বি। | Inne i Dakar firade medborgare det fredliga slutet på Wades styre. |
46 | তার অনুমতি নিয়ে ব্যবহৃত মোজাম্বিকে সামুদ্রিক জীবন সুরক্ষা: | Demonstranter visar sin glädje vid Ndimbee på Flickr, använt med tillstånd |
47 | জ্যানেট গান্টার একটি স্থানীয় এনজিও বিতোঙ্গা ডুবুরী'দের প্রদর্শন করেছেন যারা সামুদ্রিক জীবন, পর্যটন এবং অর্থনৈতিক জীবনের মধ্যে ইতিবাচক সংযোগ স্থাপনের মাধ্যমে সামুদ্রিক জীবন রক্ষার চেষ্টা করছে। | |
48 | এখানে তাদের কাজের একটি ভিডিও [পিটি] রয়েছে: | Skyddar marint liv i Mozambique: |
49 | কয়েক মাস সাঁতার শেখার পর ইকুয়েটোরিয়াল গিনির পক্ষে অলিম্পিক হিট (বাছাই) জয়: | |
50 | এরিক মুসাম্বানি ম্যালোঙ্গা ইকুয়েটোরিয়াল গিনির একজন সাঁতারু। তিনি প্রাক-বাছাইগুলোর আগে কখনো ৫০মিটারের বেশি দূরত্বে প্রতিযোগিতা না করে এবং অন্য দু'জন সাঁতারু ভুলভাবে শুরু করার পর একাকী সাঁতার কেটে খ্যাতি অর্জন করেন। | Janet Gunter berättar om en lokal ideell organisation, “Bitonga Divers”, som kämpar för att skydda marint liv genom att “skapa positiva länkar mellan skydd av liv i havet, turism och ekonomisk utveckling.” |
51 | এরিক স্বীকার করেছেন যে তার জন্যে শেষ ১৫মিটার খুব কঠিন ছিল এবং সেটা ভিডিওতে দেখা যায়। | Nedan finns länken till en video om deras arbete [pt]: |
52 | তবুও খুব সংগ্রামরত অবস্থায় তার প্রতিযোগিতা শেষ করার সংকল্পকে দর্শকরা উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানায়। | |