# | ben | swe |
---|
1 | রাশিয়ান পুরুষদের সাথে যৌন সম্পর্ক বর্জনের ডাক ইউক্রেনীয় নারীদের | Ukrainska kvinnor startar sexbojkott mot ryska män |
2 | ইউক্রেনিয়ান নারীদের যৌন সম্পর্ক বর্জন। | De ukrainska kvinnornas sexbojkott. |
3 | “কোন রুশকে এটি দিও না” প্রচারাভিযানের লোগো এবং স্লোগান। | “Ge det inte till en ryss”- logo och slogan. |
4 | রাশিয়ার ক্রিমিয়া অধিগ্রহণের ফলে রাশিয়ার প্রতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ব্যাপারে এখন আলোচনা চলছে। তবে বিষয়টি যেন ইউরোপিয়ান রাজনীতির আরেকটি গতানুগতিক ঘটনায় পরিনত হতে যাচ্ছে। | Efter det att Ryssland lagt beslag på Krimområdet verkar det som om pratet om internationella sanktioner endast blivit till ännu ett banalt sakförhållande inom den europeiska politiken. |
5 | তবে যেকোন ভাবেই হোক, এটি পরিবর্তিত হচ্ছে। | Detta kan emellertid förändras. |
6 | এ সপ্তাহে ইউক্রেনে একটি সৃজনশীল বর্জন কার্যক্রম শুরু হয়েছে। | |
7 | এই সৃজনশীল বর্জন কার্যক্রমটি রাশিয়ান ইন্টারনেট ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। | |
8 | ইউক্রেনিয়ান নারীরা “কোন রুশকে এটি দিও না” শিরোনামে একটি নতুন প্রচারাভিযানের আয়োজন করেছেন। | |
9 | এই প্রচারাভিযানটি হচ্ছে রাশিয়ান পুরুষদের বিরুদ্ধে একটি যৌন নিষেধাজ্ঞা। | Den här veckan uppmärksammar ryska internetanvändare en kreativ bojkott som satts i verket i Ukraina. |
10 | এই প্রচেষ্টা রাশিয়ান ভোক্তা পণ্যের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনের পরিপূরক হিসেবে কাজ করছে। | Ukrainska kvinnor organiserar en kampanj som heter “Ge det inte till en ryss” - ett sexembargo mot ryska män. |
11 | এমনকি এই প্রচারাভিযানের কাজে সারা ইউক্রেন জুড়ে প্রধান প্রধান সড়কে স্থাপিত কয়েকটি বিলবোর্ডও ব্যবহার করা হয়েছে। | |
12 | যৌন সম্পর্ক বর্জন প্রচারাভিযানটি ইতোমধ্যে তাঁদের নিজেদের টি-শার্ট তৈরি করেছে। টি-শার্ট গুলোতে তাদের দাপ্তরিক লোগো ব্যবহার করা হয়েছে। | Satsningen ska komplettera den större bojkotten [uk] mot ryska konsumtionsvaror, som till och med annonseras på några plakat [en] längs med motorvägarna i Ukraina. |
13 | লোগোতে দেখা যাচ্ছে, দুইটি হাত একসাথে জড়িয়ে ধরে একটি উন্মুক্ত যোনিপথের মতো আকৃতি দেয়া হয়েছে (উপরে দেখুন)। টি-শার্টটিতে একটি স্লোগানও লেখা আছে । | Sexbojkotten har redan sina egna t-shirts, alla med den officiella logon: två knäppta händer som skapar en bild som påminner om en öppen vagina (se bilden ovan). |
14 | স্লোগানটি হচ্ছেঃ “কোন রুশকে এটি দিও না!” স্লোগানটির নিচে ইউক্রেনিয়ান কবি তারাস শেভচেনকোর লেখা একটি কবিতা “কাতেরিনার” একটি চরণ লেখা রয়েছে। | De finns också en slogan: “Ge det inte till ryssarna!” följt av en vers [en] från den ukrainska poeten Taras Shevchenko's 1838 dikt “Kateryna”: “Oh underbara jungfrur, förälska er, men inte i Moskvaborna [ryssarna].” |
15 | কবিতাটি তিনি ১৮৩৮ সালে লিখেছিলেন। চরণটি হচ্ছেঃ “ও সুন্দরী প্রেয়সী, প্রেমে পড়ো, তবে কোন মোসকালির [রুশ পুরুষের] প্রেমে পড়ো না।” | Den 23 mars började ryska internetanvändare att skicka runt ett fotografi som visar Valeriya Novodvorskaya från oppositionen med en sexbojkottningströja på sig. |
16 | এদিকে গত ২৩ মার্চ তারিখ থেকে রুশ ইন্টারনেট ব্যবহারকারীরা এই যৌন সম্পর্ক বর্জনের টি - শার্ট পড়া বিরোধী দলীয় নেতা ভালেরিয়া নোভোদভোরস্কির একটি আলোকচিত্র প্রচার করতে শুরু করেন। | Novodvorskaya, som är känd för sitt notoriskt märkliga utseende och för att lansera konspirationsteorier, är från Ryssland, men många på nätet var beredda att tro på att den ryska oppositionen skulle gå med i bojkotten i solidaritet med Ukraina mot Kremlingarna. |
17 | নোভোদভোরস্কি একজন রুশ নাগরিক, যিনি তার অদ্ভুত চেহারা এবং ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের জন্য কুখ্যাত। | Den ryska parlamentsmedlemmen Robert Shlegel, twittrade till exempel bilden följt av följande kommentar: |
18 | কিন্তু অনলাইনে অনেকেই এ ব্যাপারটি বিশ্বাস করতে প্রস্তুত ছিলেন যে একজন রুশ বিরোধী দলের নেতা হয়েও রাশিয়ার ক্রেমলিন দখলের বিরুদ্ধে ইউক্রেনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি এই নিষেধাজ্ঞায় যোগদান করবেন। | |
19 | উদাহরণস্বরূপ, রুশ পার্লামেন্টের সদস্য রবার্ট শেল্গাল নিম্নলিখিত মন্তব্যের সঙ্গে এই ছবিটি টুইট করেছেন: | Med den bilden har Valeriya Novodvorskaya dödat hela den ukrainska sex-bojkotten i dess innersta. |
20 | একটি ছবি দিয়েই ভালেরিয়া নোভোদভোরস্কি সম্পূর্ণ ইউক্রেনীয় লিঙ্গের-বয়কট কার্যক্রমকে এর অন্তঃস্থলেই ধ্বংস করেছেন। | |
21 | উল্লেখ, ছবিটি ফটো-শপের মাধ্যমে তৈরি করা হয়েছে। | Det har visat sig att bilden faktiskt är foto-shoppad. |
22 | ছবিটি ২০১৩ সালের জুলাই মাসে রাশিয়ান-ইজরায়েলি সম্পর্কের (পটভূমিতে তাই ইজরায়েলি পতাকা) উপর নোভোদভোরস্কির দেওয়া একটি সাক্ষাৎকারের সময় তোলা। | Fotografiet kommer från en intervju [uk] som Novodvorskaya gav i juli 2013 om relationer mellan Ryssland och Israel (det är därför som man kan se den israeliska flaggan i bakgrunden). |
23 | ব্যতিক্রমী সম্পাদনা দক্ষতার কেউ একজন নোভোদভোরস্কির এই বর্জনমূলক টি - শার্ট সংস্করণের ছবিটি তৈরি করেছেন, যেটি অনলাইনে বিদ্রুপ এবং খারাপ জনসংযোগ তৈরি করেছে। | Någon som är exceptionellt duktig på att redigera har producerat versionen med bojkottströjan, vilket har lett till en lavin av hånande och dåliga allmänna relationer på nätet. |
24 | স্পষ্টতই, ফটোশপ ব্যবহার করে আপনি যা করতে পারেন। | Vad man tydligen kan göra med foto-shop. |
25 | এই মুহূর্তে যৌন সম্পর্ক বর্জন প্রচারাভিযানের ফেসবুক গ্রুপে কেবল মাত্র ১৫৬ জন সদস্য রয়েছেন। তবে প্রচারাভিযানটি রাশিয়ান ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ছে। | Just nu har Facebook gruppen [uk] som dedikerats till sex-bojkotten runt 156 medlemmar, men kampanjen sprids som ett virus bland ryska internetanvändare, som skickar runt bilder på två kvinnor som har på sig den officiella t-shirten (se nedan). |
26 | দাপ্তরিক টি-শার্ট (নিচে দেখুন) পরিহিত দুইজন নারীর একটি ছবি রাশিয়ান নেটিজেনরা ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন। | Det kommer inte som en överraskning att de flesta ryska nätinvånarna som reagerat på bojkotten är män som gärna vill skämta på ett sexistiskt sätt om satsningen. |
27 | প্রত্যাশিতভাবে এই বর্জনের প্রতি প্রতিক্রিয়া জানানো বেশিরভাগ রাশিয়ান নেটিজেনই হচ্ছেন পুরুষ। | Egor Prosvirnin, huvudredaktören för den ryska nationalistiska websidan Sputnik & Pogrom, skrev [uk] på Facebook om sexembargot och kallade dess deltagare för prostituerade. |
28 | তারা এই প্রচারাভিযানে চিড় ধরাতে এর সম্পর্কে যৌন বৈষম্যবাদী কৌতুক করতে বেশ আগ্রহী হয়ে উঠেছেন। | Många nadra [uk] på LiveJournal och andra ställen har skämtat om samma sak. Affischtjejer för sexbojkotten? |
29 | রুশ জাতীয়তাবাদী ওয়েবসাইট স্পুটনিক এবং পোগ্রমের প্রধান সম্পাদক এগর প্রসভিরনিন এই যৌন নিষেধাজ্ঞা সম্পর্কে ফেসবুকে লিখেছেন। | |
30 | তিনি এই প্রচারাভিযানে অংশগ্রহণকারীদের পতিতা বলে আখ্যায়িত করেছেন। লাইভজার্নাল এবং আরও কয়েকটি ওয়েবসাইটে অন্যান্যরাও একই ধরনের কৌতুক করেছেন। | Faktum är att de två kvinnorna på fotografiet ovan har framstående yrken (och inte det “äldsta” [sv] sortens yrke). |
31 | পোস্টারের মেয়েরা যৌন সম্পর্ক বর্জনের আহ্বান করছেন | Det är Katerina Venzhik (till vänster), huvudredaktör för nyhetswebsidan Delo. |
32 | তবে উপরে দেওয়া ছবিটির দুইজন নারী পেশায় বেশ প্রসিদ্ধ (এবং তারা “বয়স্ক” ধরনের নারী নন)। | UA, och Irina Rubis (till höger), VD för affärsportalen Ekonomika Communication Hub [en] på nätet. |
33 | ছবিতে (বায়ে) আছেন খবরের ওয়েবসাইট ডেলো ডট ইউএ'র প্রধান সম্পাদক ক্যাটেরিনা ভেনঝিক এবং (ডানে) আছেন ব্যবসা বিষয়ক ওয়েব পোর্টাল ইকনমিকা কমিউনিকেশন হাব এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইরিনা রুবিস। | |
34 | ছবিটি গত ২১ মার্চ, ২০১৪ তারিখে ডেলো ডট ইউএ'র একটি অনুষ্ঠানে তোলা হয়েছে। | Fotografiet kommer är från 21 mars, 2014, på ett av Delo. |
35 | সে অনুষ্ঠানে ভেনঝিক ওয়েবসাইটের “ইউক্রেনের শীর্ষ ১০০ নারী ব্যবসায়ী” প্রতিযোগীতার চূড়ান্তভাবে বিজয়ীদের নাম ঘোষনা করেন। | UAs tillställningar [uk], där det meddelades att Venzhik var en av finalisterna i websidans tävling “Ukrainas top 100 affärskvinnor”. |
36 | সে অনুষ্ঠানটিতে রুবিসও উপস্থিত ছিলেন। সেখানে তিনি এবং ভেনঝিক ছবি তোলার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। | Rubis var också med och det var där som hon och Venzhik ställde upp på några fotografier. |
37 | একটি ছবিতে এই দুইজন মহিলা তাদের জামার উপর যৌন সম্পর্ক বর্জন প্রচারাভিযানের টি-শার্টটি পড়ে আছেন। | På en bild bär båda kvinnorna sex-bojkottströjorna ovanpå sina kläder. |
38 | যৌন সম্পর্ক বর্জনের এই ধারনাটি কমপক্ষে ২,৪২৫ বছর পুরনো। | Konceptet med en sexbojkott är minst 2425 år gammal. |
39 | কোন না কোন ভাবে এত বছর আগে গ্রিকরা প্রথম লেসিস্ট্রাটা নামে একটি নাটক মঞ্চস্থ করেছিল। সেই প্রহসনমুলক নাটকটিতে জোর করে পেলোপোনেশিয়ান যুদ্ধের অবসানের জন্য গ্রিক নারীরা তাদের স্বামী এবং প্রেমিকদের সাথে তাদের যৌন সম্পর্ক বর্জন করেছিলেন। | Det är i alla fall så länge sedan som grekerna först framförde komedin Lysistrate [sv], i vilken de grekiska kvinnorna vägrar att ha sex med sina män och älskare för att tvinga dem att sluta fred i det peloponnesiska kriget. |
40 | এথেন্স ঐ যুদ্ধে পরাজিত হওয়ার সাত বছর আগে নাটকটি লেখা হয়েছিল। | Pjäsen skrevs sju år innan Aten förlorade kriget. |
41 | আশা করা যাচ্ছে, ইউক্রেনিয়ানদেরও হয়তোবা এখন থেকে সাত বছর পর অর্থাৎ ২০২১ সালে সেই অনুগ্রাহকের ভাগ্য বরণ করে নিতে হতে পারে। | Förhoppningsvis väntar Ukraina på ett bättre öde om sju år, 2021. |