# | ben | swe |
---|
1 | কিরগিজস্তান: রাষ্ট্রপতি নিবার্চনের জন্য ৮৩ জন প্রার্থী নাম নিবন্ধন করেছে | Kirgizistan: 83 kandidater registrerar sig för presidentvalet |
2 | মধ্যে এশিয়ার ক্ষুদ্র রাষ্ট্র কিরগিজস্তান, তার রাজনৈতিক অস্থিরতার জন্য বিখ্যাত, এখন দেশটিতে এবছর অক্টোবরে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। | Det lilla landet Kirgizistan, känt för dess politiska oro, ska hålla presidentval i oktober 2011. |
3 | কিরগিজস্তানের আবার সুযোগ এসেছে বিখ্যাত হবার। দেশটির শূন্য রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ৮৩ জন কিরগিজ নাগরিক নিজেদের নাম নিবন্ধন করেছে। | Nu har Kirgizistan fått ännu en chans till kändisskap: 83 stycken kirgizistanska medborgare registrerade sig för att konkurrera om den lediga posten som landets president. |
4 | রাষ্ট্রপতি পদে নির্বাচনে নাম নিবন্ধনকারীদের এই তালিকাটি বেশ মনোমুগ্ধকর। এই তালিকায় আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, পিএইচডি ডিগ্রীধারী, রাজনীতিবীদ, এবং এমনকি বেশ কয়েকজন বেকার রয়েছে। | Listan med kandidater är rätt så imponerande: man hittar där advokater, jordbrukare, affärsmän, lärare, filosofie doktorer, politiker och t.o.m. några arbetslösa. |
5 | এদের মধ্যে ১৬ জন রাজনৈতিক দলের, ৬৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছে। | Sexton kandidater är representanter för politiska partier, sextiosju nominerade sig själva. |
6 | প্রার্থীদের মধ্যে ছয় জন নারী এবং সাতাত্তর জন পুরুষ। | Sex kvinnor och sjuttiosju män. |
7 | এদের সকলকে ৩০,০০০ সমর্থকের স্বাক্ষর সংগ্রহ করতে এবং নির্বাচনী জামানত (প্রায় ২,২০০ ডলার) জমা করতে হবে। এর সাথে তাদের কিরগিজ ভাষায় পাশ করতে হবে। | Alla måste de samla ihop 30,000 stödsignaturer och en deposition på runt 2200 dollar, samt klara av ett språktest i kirgiziska. |
8 | কিরগিজস্তানের রাষ্ট্রপতির মেয়াদকাল ছয় বছর। | Kirgizistans president väljs för en period av 6 år. |
9 | দেশটিতে এক ব্যক্তি একবারের বেশী রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে না। | Samma person kan inte väljas mer än en gång. |
10 | কেবল কিরগিজ প্রজাতন্ত্রের নাগরিক এবং যার কোন বিদেশী নাগরিকত্ব নেই, যার বয়স ৩৫ থেকে ৭০ বছর, তিনি কিরগিজ আইনে রাষ্ট্রপতি হবার যোগ্য। তবে তাকে ১৫ বছরের বেশী সময় ধরে কিরগিজস্তানের বাসিন্দা হতে হবে। | Kirgizistanska medborgare som inte har utländskt medborgarskap, inte är yngre än 35 år eller äldre än 70, och inte bott i Kirgizistan i mindre än 15 år kan ställa upp i presidentvalet. |
11 | কিরগিজস্তানের সংসদ ভবন। | 83 presidentkandidater |
12 | ছবি ফ্লিকার ব্যবহারকারী বেনাপারমান-এর, (সিসি বাই ২. | |
13 | ০)। ৮৩ জন রাষ্ট্রপতি প্রার্থী নাগরিক ভার্চুয়াল কিরগিজস্তান, বৈচিত্র্যময় রাষ্ট্রপতি প্রার্থীর তালিকা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছে [রুশ ভাষায় করা সকল টুইট অনুবাদ করা হয়েছে] | Givetvis har det virtuella Kirgizistan haft en bred diskussion om en sådan stor variation av presidentkandidater [ursprungsspråket för alla citat är ryska, samma gäller för länkarna]: |
14 | @ ইজাতএম : তিরাশি জন প্রার্থী!!! | “Åttiotre kandidater!!! |
15 | এটা নিছক মজাদার এক বিষয়!!! | Det är löjligt!!! |
16 | যাই হোক, আমি ভালো কিছুর আশা করছি!!! … @চিঙ্গিজ__কেজি: রাষ্ট্রপতি পদে তিরাশি জন প্রার্থী একটা বিস্ময়কর সংখ্যা। | Men hur som helst så vill jag hoppas jag på det bättre…”, skrev användaren AizatM på Twitter. |
17 | @ইলিয়ালুকশা: তাতে কি, রাষ্ট্র? এই তিরাশি জন প্রার্থীর প্রতি আমার অভিনন্দন। | “Åttiotre presidentkandidater är ett chockerande antal”, sa användaren Chingiz_KG. |
18 | ডিজেল ফোরাম ব্যবহারকারীরা আরো বাস্তব সম্মত চিন্তা ব্যক্ত করেছে, তারা কৌতূহলী, এ ক্ষেত্রে ব্যালট পেপারটি দেখতে কেমন হবে [রুশ ভাষায়]: | “Nå, nationen? Mina gratulationer till de åttiotre kandidaterna!”, utropade användaren IlyaLukash, människorättsaktivist. |
19 | স্কাইমের: ব্যালট পেপারটা কি একটা মোড়ানো কাগজের [রোল] মত দেখাবে? )) | Användarna på Diesel Forum uttryckte mer praktiska tankar. |
20 | ইলেনা: এর সকল সরকারী বিজ্ঞপ্তি অবশ্যই হতে হবে একটা মোড়ানো টয়লেট পেপারের কাগজে। এটা একটা অর্থ তৈরি করে। | De var nyfikna på hur valsedlarna skulle se ut. |
21 | ইলিচ: জার্মানি তার গাড়ীর জন্য, জাপান তার প্রকৌশলবিদ্যার জন্য, চায়না তার পণ্যের জন্য বিখ্যাত, আর কিরগিজস্তান রাষ্ট্রপতি তৈরির জন্য বিখ্যাত! | |
22 | ৮৩ জন রাষ্ট্রপতি পদপ্রার্থীর ঘটনায় কিরগিজস্তানের নাগরিকরা তাদের রাষ্ট্রপতি প্রার্থীদের গুণাবলির বিষয় নিয়ে ভাবছে। | |
23 | ইতোমধ্যে বেশ কয়েকজন রাষ্ট্রপতি প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের একাউন্ট খুলেছে। | Kommer valsedlarna se ut som rullar?”, frågade forumanvändaren $kyMeR. |
24 | এদের মধ্যে কয়েকজনের আবার ব্লগ রয়েছে। | “Valsedlarna borde utformas som en toalettpappersrulle. |
25 | নেট নাগরিকদের প্রতিক্রিয়া | Det låter vettigt”, föreslog forumanvändaren Illena. |
26 | ভার্চুয়াল কিরগিজস্তান জানে যে প্রায় সকল রাজনীতিবীদ কেবল মাত্র বড় আকারের কোন কর্মকাণ্ডের আগে ইন্টারনেটে সক্রিয় হয়ে উঠে (কোন র্যালি, নির্বাচন, ইত্যাদি)। | Tyskland är känt för sina bilar, Japan är känt för sin ingenjörskonst, Kina är välkänt för sina varor, och Kirgizistan är känt för dess produktion av presidenter!” skrev forumanvändaren Ilyich skämtsamt. |
27 | এর বাইরে অন্য সময়ে তাদের নেট ভিত্তিক কর্মকাণ্ড প্রায় শূন্যের কোঠায়। | Åttiotre stycken kandidater fick Kirgizistans nätmedborgare att fundera över deras kvalitet också. |
28 | আর এই বিষয়টি ফেসবুকে একটি অনুষ্ঠানের জন্ম দিয়েছে “ যার নাম ‘ডাউন ডেড পলিটিশিয়ান' বা মৃত রাজনীতিবিদেরা নিপাত যাক”! | Ett antal kirgizistanska politiker har redan registrerat sig för konton hos sociala nätverk; några har sina egna bloggar. |
29 | [রুশ ভাষায়]: | Nätmedborgarnas reaktioner |
30 | এই অনুষ্ঠানের সৃষ্টিকর্তা আজমাত ইমানালিয়াভে। তিনি সবচেয়ে বড় সংবাদ প্রকাশনা প্রতিষ্ঠান একেআই-এর সম্পাদক এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক সক্রিয় কর্মী। | Det virtuella Kirgizistan vet att de flesta kirgizistanska politiker blir aktiva hos sociala nätverk först när ett stort politiskt evenemang ska ta plats (politiska sammanträden, valdagar, o.s.v.). |
31 | এই ঘটনায় কিরগিজস্তানের সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীদের ২৫শে সেপ্টেম্বর ২০১১ তারিখে কিরগিজ রাজনীতিবিদদের বন্ধুত্বের তালিকা থেকে নাম কেটে দিতে এবং তাদের অনুসরণ করা বন্ধ করার আহ্বান জানানো হয়। উক্ত দিনটিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণা শুরু হবার কথা। | Annars är aktiviteten nära noll; vilket ledde till att Facebook-eventet “Down ‘dead' politicians!” skapades av Azamat Imanaliev som är en redaktör på en av de största nyhetsbyråerna, AKIpress, och en aktiv användare av sociala nätverk. |
32 | @আজ্জিক: আমি বিস্মিত হব, যদি আমরা বন্ধুত্বের তালিকা থেকে গণহারে নাম কেটে দেবার বিষয়টি ঘটাতে পারি। তারা কেবল মাত্র নির্বাচনের সময় আমাদের স্মরণ করে। | Eventet uppmanar alla användare av sociala nätverk i Kirgizistan till att ta bort de kirgizistanska politikerna från vänlistan och sluta följa dem den 25:e september, dagen då agitationskampanjen börjar. |
33 | আরটি! @আজ্জিক: আসুন উক্ত নির্দিষ্ট দিনে আমরা তাদের নাম বন্ধুত্বের তালিকা থেকে মুছে ফেলি। | “Jag undrar om vi kan få en flash mob att ta bort politikernas konton från våra vänlistor. |
34 | এতে যে তার উন্মাদ হয়ে পড়বে আসুন সেই বিষয়টি কল্পনা করি। | De kommer bara ihåg oss när det är val. |
35 | একদিনে তারা বিশাল এক শ্রোতা হারাবে। | RT!”, skrev Azzzik på Twitter. |
36 | তারা তাদের সাহস হারিয়ে ফেলবে। )) এই আহ্বান দ্বৈত সাড়া পেয়েছে। | “Låt oss ta bort dem tillsammans på en bestämd dag. |
37 | একদিকে যখন অনেকে এই বিষয়টি স্বাগত জানিয়েছে, তেমনি অন্যদিকে অনেকে জিজ্ঞেস করছে যে, এই বিষয়টি কি আদৌও কোন অর্থ বহন করে। | Föreställ er deras förvirring - de kommer förlora en sån stor skara åhörare på bara en dag. |
38 | আলিয়া আকমাতোভা উক্ত ফেসবুক পাতার ওয়ালে লিখেছে [রুশ ভাষায়]: | De kommer förlora modet”, tillägger han. |
39 | জনগণ, কেন আপনারা এত উদ্বিগ্ন? এটার কোন মানে হয় না। | Initiativet fick en tvetydig respons. |
40 | সামাজিক প্রচার মাধ্যমে এই প্রচারণাটা শুরু হয়েছে ছুটির দিনের আগে, আর এ কারণে এটি প্রচুর পাঠক তৈরি করেছে এবং তাদের পাতাকে বিক্রয়ের ব্যবস্থা করেছে। | Medan många användare välkomnade idén, frågade sig andra om det över huvud taget fanns någon reson i det. |
41 | মানুষ তখনি সক্রিয় হয়ে ওঠে যখন তাদের প্রয়োজন দেখা দেয়। | “Människor, varför är ni så upprörda? |
42 | এটা একেবারে স্বাভাবিক এক ঘটনা। | Detta är dumheter. |
43 | বিশ্বের সবক্ষেত্রে এই একই ঘটনা ঘটে। পেরি আদানোভা বলছে [রুশ ভাষায়]: | Kampanjer blir aktiva hos sociala nätverk innan t.ex. semesterdagar - det ger dem traffik och gör så att de säljer. |
44 | যদি তাদের নাম মুছেই ফেলতে হয়, তাহলে তাদের বন্ধুর তালিকায় যুক্ত করলাম কেন। | Människor är aktiva när det behövs, eller när de tjänar på det, och när de vill få uppmärksamhet. |
45 | তারা তো কাউকে বিরক্ত করছে না। | Det är helt normalt. |
46 | আমি মনে করি যে রাজনীতিবিদেরাই কেবল জন সংযোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করে না। | Det är ett mönster du finner runtom i världen”, skrev Aliya Akmatova på eventets vägg. |
47 | ডিজেল ফোরাম ব্যবহারকারী ড্রাইভ২. | “Varför skulle vi ta bort dem om vi lagt till dem? |
48 | কেজি এটি পোস্ট করেছে[রুশ ভাষায়]: | De stör ingen. |
49 | রাজনীতিবিদদের বন্ধুত্বের তালিকা থেকে অপসারিত করার মধ্যে আমি কোন অর্থ খুঁজে পাই না। | Jag tror inte bara politiker använder sociala nätverk i PR-syften”, sa Peri Adanova. |
50 | তাদের যদি তালিকা থেকে বাদ দিতে হয় তাহলে তাদের সেই তালিকায় যুক্ত করলাম কেন? | “Jag ser inte vad bra det skulle göra att ta bort politikerna. Varför la jag då till dem? |
51 | তারা আমাকে বিরক্ত করছে না। | De stör mig inte. |
52 | যখন তারা কিছু লেখে তখন আমি জানি যে তাদের জীবনে কি ঘটছে, এমনকি যদিও তারা নিজেরা তা লিখে না। | Jag vet vad som händer i deras liv när de skriver något, även om de inte skriver själva. |
53 | তবে তাদের অনেকে নিজেদের নিয়ে লিখে থাকে, আপনি তা দেখতে পাবেন। | Man dock se att vissa av dem faktiskt skriver själva. |
54 | এই ধরনের কর্মকাণ্ডের কোন অর্থ নেই। | Det finns ingen reson i det här initiativet,” menade DRIVE2. |
55 | তবে যাই হোক রাষ্ট্রপতি পদপ্রার্থীর সংখ্যা, সুনির্দিষ্ট ভাবে কমে এসেছে। | KG i ett inlägg på Diesel Forum. |
56 | এদের অনেকে নির্বাচনী জামানত প্রদান করতে পারেনি। | Antalet kandidater minskar dock avsevärt. |
57 | কয়েকজন কিরগিজ ভাষায় উর্ত্তীণ হতে পারেনি এবং সমর্থকদের যথেষ্ট স্বাক্ষর যোগাড় করতে পারেনি। | Många av dem kunde inte betala depositionen; vissa klarade inte av språktestet eller lyckades inte samla ihop tillräckligt med stödsignaturer. |
58 | রাষ্ট্রপতি পদের জন্য নাম নিবন্ধের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, ২০১১, এবং নির্বাচনী প্রচারণা সেপ্টেম্বরের ২৫ থেকে শুরু হয়ে তা ৩০ অক্টোবর, ২০১১ পর্যন্ত চলবে। | Kandidatregistreringen tar slut den 25:e september 2011. Agitationskampanjen kommer hålla på från den 25:e september till den 29:e oktober. |
59 | ২৫ সেপ্টেম্বরে আমরা কিরগিজ রাজনীতিবিদদের প্রতিক্রিয়া দেখতে পাব (যদি তারা তা প্রদর্শন করে)। | Presidentvalet i Kirgizistan kommer hållas den 30:e oktober 2011. |
60 | কিন্তু অনেক ব্যবহারকারী এতে হতাশ। যেমনটা দেশের রুশ ভাষায় প্রকাশিত মূল সংবাদপত্র, রোসিভিস্কিয়া গেজেত্তা, সেখানে ইগর সেস্তাকোয়া বলেছে [রুশ ভাষায়]: | Vi kommer att få se de kirgizistanska politikernas reaktion (om det blir någon) den 25:e september. |
61 | এটা অনেকটা আমাদের ভবিষ্যতের একটা ই-গর্ভমেন্ট অনুরূপ বিষয়। | Men många användare förblir skeptiska. |
62 | এমনকি আপনি জন্য আপনার একটা প্রশ্ন পাঠাতে পারেন অথবা মন্তব্য প্রকাশ করতে পারেন। | Som huvudrepresentanten för den ryska dagstidningen Rossijskaja Gazeta, Igor Shestakov, sa: |
63 | কিন্তু কর্তৃপক্ষ কখনোই আপনার প্রশ্নের উত্তর দেবে না। | Detta är en prototyp av vår framtida e-regering. |
64 | সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটে যাদের একাউন্ট আছে নীচে তাদের তালিকা তুলে ধরা হল। | Du kan t.o.m. skicka frågor eller uttrycka åsikter, men ämbetsmännen kommer aldrig att svara dig.” |
65 | ( এর জন্য ডিজেল ফোরাম ব্যবহারকারী আফিনাকে ধন্যবাদ) : | Här följer en lista över kirgizistanska politikers konton hos sociala nätverk (tack till Diesel Forum-användaren Afina): |
66 | কামচিবেক তাশিয়েভ (ফেসবুক) | Kamchibek Tashiev (FB) |
67 | রোজ অউটানবায়েভা (ফেসবুক) | Roza Otunbayeva (FB) |
68 | ওমরবেক বাবানোভ (ফেসবুক) | Omurbek Babanov (FB) |
69 | তারসুনাবাই বাকির উলুলু (ফেসবুক) | Tursunbai Bakir uluu (FB) |
70 | তেমির সারিয়েভ (ফেসবুক) | Temir Sariev (FB) |
71 | ইসহাক প্রিমাতভ | Iskhak Pirmatov |
72 | শিরিন এইতোমাতোভা (ফেসবুক) | Shirin Aitmatova (FB) |
73 | দাস্তান বাকেশেভ (ফেসবুক) | Dastan Bekeshev (FB) |
74 | ফেলিক্স কুলভ (ফেসবুক) | Felix Kulov (FB) |
75 | এমিল উমেতালিয়েভ (ফেসবুক) | Emil Umetaliev (FB) |
76 | জুমরাত সাপ্রাবায়েভ (ফেসবুক) | Joomart Saparbaev (FB) |
77 | উলান চোলপোনাবায়েভ (ফেসবুক) | Ulan Cholponbaev (FB) |
78 | আইদা সালইয়ানোভা | Aida Salyanova |
79 | উমরবেক তাকাবায়েভ (ফেসবুক) | Omurbek Tekebaev (FB) |
80 | নারিমান তুলিভ (ফেসবুক, ফোরাম) | Nariman Tuleev (FB, Forum) |
81 | এদিল বাইসালভ (ফেসবুক) | Edil Baisalov (FB) |
82 | আকইয়ালবেক জাপারভ (ফেসবুক) | Akylbek Japarov (FB) |
83 | আসিয়া সাসইয়াকবায়েভা (ফেসবুক) | Asiya Sasykbaeva (FB) |
84 | আদাখান মাদুমারভ (ফেসবুক) | Adakhan Madumarov (FB) |
85 | রাভশান জেনবেকভ (ফেসবুক) | Ravshan Jeenbekov (FB) |
86 | আলিকবেক জেকশেনকুলভ (ফেসবুক) | Alikbek Jekshenkulov (FB) |
87 | ইসমাইল ইসয়াকভ (ফেসবুক) | Ismail Isakov (FB) |