Sentence alignment for gv-ben-20110911-19913.xml (html) - gv-swe-20110929-531.xml (html)

#benswe
1ক্যাম্বোডিয়াঃ দেশের বন রক্ষার জন্য অবতার শোভাযাত্রা‘Avatar’ kommer till skogens undsättning i Kambodja
2Det här inlägget är en del i vår specialserie om ursprungsbefolkningars rättigheter och Fokus regnskog: Amazonas.
3অবতার নামক চলচ্চিত্রের না'ভি উপজাতিদের মত পোশাকে সজ্জিত হয়ে, ক্যাম্বোডিয়ার গ্রামবাসীরা, প্রে লাং নামক বনভূমি চাষাবাদ এবং খনির জন্য পরিষ্কার করার প্রতিবাদে অংশ নিয়েছে।Utklädda till folkstammen Na'vi från science-fictionfilmen Avatar från 2009, protesterade kambodjanska bybor mot planerna på att skövla Prey Lang-regnskogen för att anlägga plantager och gruvor.
4প্রে লং হচ্ছে দেশটির “প্রাথমিক নিম্ন অঞ্চলের সর্ববৃহৎ শুকনো সবুজ চিরহরিৎ বন। ক্যাম্বোডিয়া এবং ইন্দোচীন উপত্যকায় এখনো যা অবশিষ্ট রয়েছে।Prey Lang är den “största vintergröna, torra låglandsurskogen som finns kvar både i Kambodja och på den indokinesiska halvön”:
5যৌক্তিক ভাবে বলা যায় প্রে লাং ক্যাম্বোডিয়ায় সবচেয়ে বিশাল আদি এক বনভূমি, যা এখনো অক্ষত রয়েছে।Prey Lang är utan tvekan det största området av orörd urskogsbeklädd mark som återstår i Kambodja.
6এটা মেকং এবং স্টুনাং সেন নামক দুই নদীর মাঝখানে অবস্থিত, ক্যাম্বোডিয়ার চারটি প্রদেশ জুড এই বনভুমি বিস্তৃত (পেরাহ বিহার, কাম্পং থম, ক্রাটিয়ে এবং স্টুং ট্রেং প্রদেশ জুড়ে)।Skogen ligger mellan floderna Mekong och Stung Sen och sträcker sig över fyra provinser (Preah Vihear, Kampong Thom, Kratie och Stung Treng.)
7প্রায় ২০০,০০০ জন মানুষ, যাদের মধ্যে বেশীর ভাগই কোই আদিবাসী জনগোষ্ঠীর, তারা বনের কাছে ছড়িয়ে থাকা ৬ টি জেলায় বাস করে।Omkring 200 000 människor, mestadels från ursprungsbefolkningen Kuy, bor i 339 byar i sex olika distrikt runt omkring urskogen.
8বৃহত্তর প্রে লাং এলাকায় সব মিলিয়ে প্রায় ৩৫০,০০০ জন লোক বাস করে।Så många som 350 000 människor bor i Prey Lang-området med omnejd.
9"Pray Long for Prey Lang"-ceremoni för att skydda skogen, foto från http://ourpreylang.wordpress.com/
10এই প্রচারণায় আরো বেশি সমর্থনের জন্য, অবতার প্রতিবাদ, সাইবার জগতের সর্বোচ্চ ব্যবহার করেছে।“Avatar”-protestanterna har dessutom utnyttjat cyberrymden till fullo för att få stöd för sin kampanj.
11এই প্রচারণা বন রক্ষার জন্য কেবল অনলাইনে দরখাস্ত প্রদান করেনি, তার সাথে প্রার্থনা অনুষ্ঠান এবং প্রচারপত্র বিতরণের মত বিষয়গুলোর তাজা সংবাদ জনসম্মুখে তুলে ধরার জন্য তারা একটি,ব্লগ তৈরি করেছে।Förutom en namnlista på nätet för att rädda regnskogen, så har man satt upp en blogg som håller omvärlden uppdaterad om några av deras aktiviteter som t.ex. böneceremonier och spridning av broschyrer.
12প্রে লাং নেটওয়ার্ক-এর পক্ষ থেকে ক্যাম্বোডিয়ার মানবাধিকার সংস্থা গ্রামবাসীদের দৃষ্টিভঙ্গির বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করেছে, প্রে লাং নামক বনভূমি ধ্বংস হয়ে গেলে যারা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে।Det kambodjanska centret för mänskliga rättigheter belyser, å Prey Lang-nätverkets vägnar, synvinkeln hos de bybor som drabbas mest om Prey Lang-skogen skövlas.
13প্রে লাং থেকে মিনহা নেই: “এই শান্তিপূর্ন আন্দোলনের মাধ্যমে আমি আশা করব যে পরবর্তী প্রজন্মের জন্য আমরা এই বনটিকে রক্ষা করতে পারব এবং প্রচার মাধ্যম এবং জনতাকে জানতে পারব যে, বন সেই সব মানুষদের জন্য কতটা গুরুত্বপুর্ণ, যারা এই বনে বাস করে এবং আরো বিশেষ করে পরিবেশের জন্য।.”Mihn Ny från Prey Lang: “Jag hoppas att vi genom den här fredliga demonstrationen ska rädda Prey Lang åt kommande generationer och göra media och omvärlden uppmärksamma på skogens betydelse för alla som bor i den och för miljön i allmänhet.”
14পহক হং, আদিবাসী কোই জনগোষ্ঠীর একজনঃ যদি আমি প্রে লাং হারিয়ে ফেলি, আমি আমার জীবনকে হারিয়ে ফেলব, প্রতিদিন আমি প্রে লাং হারানোর আশঙ্কায় শঙ্কিত।Phok Hong, en infödd Kuy från Prey Lang: “Förlorar jag Prey Lang så förlorar jag mitt liv.
15আমি উদ্বিগ্ন যে জমির দলাল এবং কোম্পানীর এসব ধ্বংস করে ফেলবে এবং আমি আমার জীবন ধারণের উপায় হারিয়ে ফেলব।Jag oroar mig varje dag för att förlora Prey Lang.
16যদি আমরা প্রে লাং হারিয়ে ফেলি তাহলে আমরা বনটাকে হারিয়ে ফেলব,, আমরা ওষুধি গাছের চিকিৎস পদ্ধতি হারিয়ে ফেলব।Jag är orolig för att markmäklaren och företaget ska förstöra den och att jag ska mista min livsstil.
17এই ঘটনায় বন্য পশু এবং সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয়টি হচ্ছে আমাদের পূর্বপুরুষদের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে যে ঐতিহ্য চলে এসেছে তা ধ্বংস হয়ে যাবে।Om vi förlorar Prey Lang så förlorar vi skogen, örtmedicinerna, de vilda djuren och framför allt de ursprungliga traditionerna som har gått från generation till generation ända sedan våra förfäders tid.
18আজ আমি বিশ্বের জন্য প্রার্থনা করব, তারা যে প্রে লাং -এর গুরুত্ব অনুভব করেছে তার প্রশংসা করে এবং আমাদের সাহায্য করার জন্য এবং এই দ্বন্দ্বের সমাপ্তির জন্য।”Idag ber jag för att världen ska inse Prey Langs betydelse och hjälpa oss att få ett slut på den här konflikten”.
19সেনাং সোকেহং হচ্ছেন কমিউনিটি পিস বিল্ডিং নেটওয়ার্কের একজন প্রতিনিধি “এই ঘটনার প্রভাব হবে অভূতপূর্ব এবং এটি যে প্রে লাং-এর জন্য কতটা হুমকি স্বরূপ তা এখনো পুরোমাত্রায় বোঝা যাচ্ছে না।Seng Sokheng, en representant från samhällets nätverk för fred: “Även om det här är den största demonstrationen i sitt slagg hittills speglar den inte fullt ut allvaret i hotet mot Prey Lang.
20ভূমি নিয়ে সকল সংঘর্ষ তাদের জীবন হরণ করে যাদের জীবন প্রাকৃতিক সম্পদের ধ্বংসের ঘটনায় প্রভাবিত হয় এবং তা বনভূমি এলাকা পরিবেশগত পরিবর্তন ঘটায়, যা কিনা প্রজন্ম থেকে প্রজন্মের উপর প্রভাব ফেলতে পারে।Alla landkonflikter kan förstöra liv, men de som innefattar förstörelse av naturtillgångar och skogsområden förorsakar förändringar i miljön som påverkar flera kommande generationer.
21ভুমির বিষয়ে যে অন্যায় হচ্ছে তার জন্য সম্প্রদায় সমূহকে এক হতে দেখে দারুণ লাগছে এবং বিশেষ করে আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে।”Det är fantastiskt att se hur människor förenar sig mot orättvisor i landfrågor, och i synnerhet mot förstörelse av naturtillgångar.”
22প্রে লাং অবতারPrey Lang Avatar
23এখানে যে সব প্রতিবাদ অনুষ্ঠিত হয় সে গুলো সাধারণ শান্তিপূর্ণ হয়ে থাকে কিন্তু সম্প্রতি প্রে লাং অবতার বিষয়ক যে কার্যক্রম তার সাথে বৌদ্ধ ধর্ম অনুসারে প্রার্থনা এবং প্রচারপত্র বিতরণ কার্যক্রম অর্ন্তভুক্ত ছিল, যে কার্যক্রমে নম পেনের স্থানীয় কর্তৃপক্ষ বাঁধা প্রদান করেছে।Protesterna har i allmänhet varit fredliga men den senaste aktionen med Prey Lang-“Avatarerna”, då man delade ut broschyrer och höll en buddhistisk böneceremoni, avbröts av de lokala myndigheterna i Phnom Penh.
24প্রায় ১০০ জনের বেশী বিক্ষোভকারীকে আটক করা হয় এবং তাদের বিস্তারিত ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।Över 100 personer greps och frågades ut men de släpptes snart därefter.
25তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। গ্রেফতারেরছবি এবং ভিডিও ক্যাম্বোডিয়ার মানবাধিকার সংস্থার পোর্টাল, সিথিতে দেখতে পাবেন।Fotografier och videoklipp från gripandena finns på portalen för mänskliga rättigheter i Kambodja, Sithi.
26প্রে লাং-এর উপর একটি তথ্য চিত্র তৈরি করা হয়েছে, যার নাম “ এক বনভূমি, এক ভবিষ্যৎ (ওয়ান ফরেস্ট, ওয়ান ফিউচার)”, এটি তৈরি করেছে জোসেলিল এবং বেন পেড্রিক।En dokumentär om Prey Lang, “En skog, en framtid”, har producerats av Jocelyn och Ben Pederick:
27এই প্রে লাং এলাকায় বসবাসকারী আদিবাসীদের লড়াইয়ে যারা তাদের সমর্থন করে, তাদের ক্যাম্বোডিয় সরকারের কাছে লিখতে উৎসাহ জানানো হচ্ছে।Alla som stöder kampen för ursprungssamhällena i Prey Lang uppmuntras att skriva till regeringen i Kambodja.
28নীচে প্রধানমন্ত্রী হুনসেনকে উদ্দেশ্য করে লেখা এক নমুনা চিঠির সারংশ রয়েছে।Här nedan finns ett utdrag ur ett förslag till brev adresserat till premiärminister Hun Sen
29প্রিয় প্রধানমন্ত্রী সামদেচ হুন সেন,Bäste premiärminister Samdech Hun Sen,
30আমি প্রে লাং নামক বনভূমি রক্ষার জন্য আপনার ক্ষমতার সবটুকু ব্যবহারের অনুরোধ জানাচ্ছি, যে বনভূমি ক্যাম্বোডিয়া জনগণের, দক্ষিণপূর্ব এশিয়া, এবং বিশ্বের গুরুত্বপুর্ণ সম্পদ।Jag skriver till Er för att uppmana Er att göra allt som står i Er makt för att skydda Prey Lang-skogen som utgör en viktig tillgång för folket i Kambodja, Sydostasien och hela världen.
31আমি আপনাকে নীচের কার্যক্রমসমূহ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি:Jag ber Er vidta följande åtgärder:
32- বৃহত্তর প্রে লাং এলাকায় যে সমস্ত বৃক্ষ নিধন এবং খনি অনুসন্ধানের কাজ চলছে, সে সব বাতিল করা।-Stoppa alla koncessioner för skogsbruk och gruvdrift i Prey Lang med omnejd.
33- প্রে লাং এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা এবং তার নিরাপত্তা বিধান করা-Ge Prey Lang status som naturskyddsområde och övervaka dess skydd -Återplantera redan skövlade ytor av skogen
34- বনভূমির যে সমস্ত এলাকার গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে, সেখানে বৃক্ষ রোপণ করা-Bedriv en hållbart skogsbruk i samarbete med Prey Lang Community Network.
35- প্রে লাং কমিউনিটি নেটওয়ার্ক-এর সাথে মিলিত ভাবে গ্রহণযোগ্য ভাবে বনের সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করাDet här inlägget är en del i vår specialserie omursprungsbefolkningars rättigheter och Fokus regnskog: Amazonas