# | ben | swe |
---|
1 | আফগানিস্তানে প্রথম কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা | Afghanistans första datoranimerade film |
2 | দীর্ঘ তিন দশকের যুদ্ধ আর ধ্বংসপাতের ইতিহাস পিছনে ফেলে আফগানিস্তান আধুনিক প্রযুক্তি আর মিডিয়া ব্যবহার করে দেশটির পুনর্নিমাণ করছে। | |
3 | আর নতুন প্রজন্মও বেড়ে উঠছে নতুন স্বপ্নকে সাথে নিয়ে। দেশটির প্রথম থ্রিডি কম্পিউটার অ্যানিমেটেড স্বপ্লদৈর্ঘ্য ছবি 'বাজ-ই-চিনি' (ছাগল) হাজারাগি ভাষায় নির্মিত হয়েছে | Med tre decennier av krig och förstörelse bakom sig använder afghaner sig av modern teknologi och media för att bygga upp landet igen och fostra nya generationer med en ljusare syn på framtiden. |
4 | । হাজারাগি হলো আফগানিস্তান এবং পাকিস্তানের ফারসিভাষী হাজারা জনগোষ্ঠীর একটি উপভাষা। | |
5 | সিনেমাটি তৈরি করা হয়েছে একটি লোক গল্প অবলম্বনে, যেখানে ধূর্ত নেকড়ে ছাগল ও তার তিন বাচ্চার সাথে প্রতারণা করে। | Buz-e-Chini (“get”) [en] är landets allra första datoranimerade kortfilm i 3D på hazaragi [en], en farsidialekt som talas av hazarerna i Afghanistan och Pakistan. |
6 | আর সিনেমার লোকেশন বেছে নেয়া হয়েছে মধ্য আফগানিস্তানের বামিয়ান প্রদেশকে। | |
7 | ২০০১ সালে তালেবান কর্তৃক ষোড়শ শতাব্দীর বৌদ্ধ মন্দির ভাঙ্গার কথা মনে রেখেই এই জায়গাটি বেছে নেয়া হয়েছে। | Den animerade filmen är baserad på en folkhistoria om en get och dess tre killingar som blir lurade av en slug varg. |
8 | 'বাজ-ই-চিনি' পরিচালনা করেছেন হাজারা সম্প্রদায়ের গ্রাফিক্স ডিজাইনার আব্বাস আলী। তার জন্ম আফগানিস্তানে। | Den utspelar sig i Bamyan, en provins i centrala Afghanistan, med de två gigantiska stående Buddhastatyerna från 500-talet - förstörda av talibanerna år 2001 - i bakgrunden. |
9 | তবে তালেবানরা দেশটি দখল করে নিলে তিনি দেশ ছেড়ে চলে যান। তিনি পাকিস্তানে রিফিউজি হিসেবে যান। | Buz-e-Chini regisserades av Abbas Ali, hazar och grafisk designer, som föddes i Afghanistan men lämnade landet efter talibanernas övertagande. |
10 | এখানেই তিনি অ্যানিমেশন নিয়ে লেখাপড়া করেন। সেখানেই সিনেমা বানানোর উদ্যোগ নেন। | Abbas Ali sökte sig till Pakistan där han studerade animering och började producera filmen. |
11 | আফগানিস্তানে তালেবানদের পতন হলে তিনি দেশে ফিরে আসেন। | Efter att talibanerna störtats i Afghanistan återvände han och avslutade produktionen av Buz-e-Chini. |
12 | এবং 'বাজ-ই-চিনি'র নির্মাণ শেষ করেন। | Abbas Ali berättar [fa] om sitt intresse för animerade filmer: |
13 | অ্যানিমেশন সিনেমার প্রতি আগ্রহ নিয়ে আব্বাস আলী বলেন [ফারসি ভাষায়]: | Som barn var jag ett stort fan av tecknad film på TV. |
14 | ছোটবেলায় টেলিভিশনে যেসব কার্টুন দেখানো হতো, আমি সেগুলোর ভীষণ ভক্ত ছিলাম। টিভিতে পছন্দের কার্টুন দেখার জন্য আমি প্রায় স্কুল থেকে পালিয়ে যেতাম। | Jag skolkade ofta för att istället titta på mina favoriter på TV; ibland fick jag till och med stryk för det. Intresset fick mig att börja rita och designa, och senare antogs jag av ett utbildningsinstitut för grafisk design. |
15 | এজন্য কিছু কিছু সময়ে বেতের বাড়িও খেয়েছি। | Buz-e-Chini: Officiell filmaffisch |
16 | এই আগ্রহ-ই আমাকে ছবি আঁকার দিকে নিয়ে যায়। পরে আমি ছবি আঁকার স্কুলে (গ্রাফিক্স ডিজাইন ইনস্টিটিউড) ভর্তি হই। | I en intervju av NATOchannel.tv nyligen, sa filmdirektören att Buz-e-Chini'producerats för att föra fram ett “budskap om fred” och förhindra talibanerna ifrån att “utplåna den afghanska kulturen”. |
17 | ‘বাজ-ই-চিনি': অফিসিয়াল সিনেমা পোস্টার সম্প্রতি ন্যাটোচ্যানেল. | Buz-e-Chini distibuerades inledningsvis olagligt via DVD:s och videokassetter. |
18 | টিভির সাথে একটি সাক্ষাত্কারে পরিচালক বলেন, 'শান্তির বাণী' পৌঁছে দিতে এবং তালেবানদের ‘আফগান সংস্কৃতি মুছে' ফেলার অপচেষ্টা রোধ করতেই ‘বাজ-ই-চিনি' সিনেমা বানানো হয়েছে। | |
19 | ‘বাজ-ই-চিনি' প্রথমে অবৈধ ভাবে ডিভিডি এবং ভিডিও ক্যাসেটে পাওয়া যেত। | |
20 | বাময়ানের একটি গুহায় সর্বপ্রথম এর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। | En av de första lagliga visningarna skedde i en grotta i Bamyan. |
21 | বামিয়ানের বাচ্চারা একটি পর্বতের গুহায় স্ক্রিনে ‘বাজ-ই-চিনি' দেখছে। | Barn från Bamyan ser på Buz-e-Chini på en skärm som hängts i en grotta. |
22 | তাহিরা বকশি'র (রিপাবলিক অব সাইলেন্স) ছবি অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | Foto av Tahira Bakhshi ("Tystnadens republik"), använt med tillstånd. |
23 | দ্য রিপাবলিক অব সাইলেন্সে আলি কিরিমি [ফারসি ভাষায়] লিখেছেন: | Ali Karimi skriver [fa] i Tystnadens republik [fa]: |
24 | ‘বাজ-ই-চিনি' সিনেমা দেখিয়ে দিল, আফগানিস্তানের শিল্পীরা দেশের কার্টুন দিয়েই বাচ্চাদের আনন্দ দিতে পারে। | Den här filmen, Buz-e-Chini, visar att afghanska konstnärer nu kan underhålla barn med afghanska tecknade filmer. |
25 | কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই বলে দেয়া যায়, আমেরিকার ‘টম অ্যান্ড জেরি' দেখার পরেও বামিয়ান প্রদেশের তৈরি ‘বাজ- ই-চিনি' দেখে দারুণ আনন্দ পাবে। | Utan tvekan - efter att ha sett på amerikansktillverkade ‘Tom and Jerry” i åratal - kommer den bamiyantillverkade Buz-e-Chini att bli en rolig upplevelse för afghanska barn, en de aldrig kommer att glömma. |
26 | এই মজার অভিজ্ঞতা তারা কখনোই ভুলবে না। | Mohammad Amin Wahidi, bloggare och grundare av Deedenow Cinema Production Afghanistan skriver [en]: |
27 | মুহম্মদ আমিন ওয়াহিদি নামের একজন ব্লগার এবং ‘ডিডিনাও সিনেমা প্রডাকশন আফগানিস্তান'-এর প্রতিষ্ঠাতা লিখেছেন: | |
28 | ২০০৪ সালেও আফগানিস্তানে অ্যানিমেটর ছিলেন, যারা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন তৈরি করতেন, যদিও ‘বাজ-ই-চিনি'র মান এবং গ্রাফিক্স স্টাইল পিক্সারের পণ্যগুলোর সাথে তুলনা করা যায়। | |
29 | আলেসজান্দ্রো পাভন নামের আফগানিস্তান ভিত্তিক একজন ভিডিও সাংবাদিক তার টুইটারে সিনেমা নিয়ে মন্তব্য করেছেন: এটা কি #পিক্সারের নতুন সিনেমা? | Trots att det sedan 2004 finns filmskapare i Afghanistan som gör korta animerade filmer, men den animerade kortfilemn Buz e Chinis kvalitet och grafiska stil jämförs med det som Pixar producerar…(!) |
30 | না, এটা আফগানিস্তানের প্রথম থ্রিডি অ্যানিমেশন সিনেমা #‘বাজ-ই-চিনি' | Alessandro Pavone, en videojournalist baserad i Afghanistan, kommenterar [en] filmen på sitt Twitter-konto: |
31 | ‘বাজ-ই-চিনি' সিনেমাটি ইউটিউবে আপলোড করা হয়েছে। | Är det en ny film från #Pixar? |
32 | সেখানে অনেক মন্তব্য এসেছে। | Nej, det är den första afghanska animerade filmen i 3D! |
33 | ইফতেখারচানগেজি বলেন: | #Buz-e-Chini |
34 | দারুণ গ্রাফিক্স- এটি হলিউডি থ্রিডি সিনেমার মতো পেশাদারভাবেই করা হয়েছে। | I en kommentar till Buz-e-Chini-videon uppladdad på YouTube säger [en] Eftakharchangezi [en]: |
35 | এ ধরনের পেশাদারি কাজের জন্য ধন্যবাদ। | Häpnadsväckande grafik - Den är lika proffsigt gjord som en 3D-film från Hollywood. |
36 | এ ধরনের আরো পেশাদারি কাজ দেখার আশায় রইলাম। | Tack för en så professionell prestation. Ser desperat fram emot fler liknande satsningar… |