Sentence alignment for gv-ben-20120624-28075.xml (html) - gv-swe-20120628-2947.xml (html)

#benswe
1চীন: মহাশূন্য অভিযান নাকি সামাজিক উন্নয়ন?Kina: Rymdresor eller social utveckling? [Alla länkar leder till engelskspråkiga sidor, om inte annat anges.]
2১৬ই জুন, ২০১২ তারিখে চীন দেশের চতুর্থ মনুষ্যবাহী অভিযান শেনঝু-৯ ক্যাপসুল সফলভাবে উৎক্ষেপন করে ।Den 16 juni, 2012, sköt Kina framgångrikt upp rymdkapseln Shenzhou-9 i landets fjärde bemannade rymduppdrag.
3জাতীয় এই কৃতিত্বে উদযাপন করার জন্যে চীনা পোর্টাল ওয়েবসাইট সিনা ওয়েইবো নেটনাগরিকদেরকে “শেনঝু-৯ ক্যাপসুলে চিঠি লিখতে” কে আমন্ত্রণ জানায়।För att fira denna nationella prestation uppmanade den kinesiska portalsidan Sina Weibo nätmedborgare att “skriva brev till Shenzhou 9-kapseln”.
4তবে অনেকে দেশের বিভিন্ন মৌলিক সামাজিক চাহিদাকে অবহেলা করে মহাশূন্য অভিযানে মাত্রাতিরিক্ত ব্যয়ের সমালোচনা করতে এই সুযোগ কাজে লাগিয়েছেন।En del har dock tagit tillfället i akt att rikta kritik mot att höga summor spenderas på rymduppdrag medan landets grundläggande sociala behov försummas.
5বিষয়্টির উপর শিল্পী আহ পিংয়ের আঁকা কার্টুন সিনা ওয়েইবোতে ব্যাপকভাবে ভাগাভাগি হয়েছে।Konstnären Ah Pings politiska karikatyr i ämnet har delats vitt och brett på Sina Weibo.
6চীনা মিডিয়া প্রকল্প যেমন ব্যাখ্যা করেছে, কার্টুনটিতে দেখা যাচ্ছে:China Media Project förklarar innehållet:
7শিল্পী আহ পিংয়ের কার্টুনKonstnären Ah Pings karikatyr
8একেবারে জরাজীর্ণ একটি গ্রামীণ স্কুলে একজন অ-কেতাদুরস্ত শিক্ষক উত্তেজিতভাবে তার ছাত্র-ছাত্রীদের ব্যাখ্যা করছে যে শেনঝু-৯'এর সফল উৎক্ষেপণ চীনের জন্যে একটি বিজয়, যদিও এমনকি ছাত্র-ছাত্রীদের নিজেদের অবস্থা পড়ে থাকা আরেকটি চীনের গল্প বলে।en sliten lärare i en uppenbarligen förfallen skola ute på landsbygden berättar ivrigt för sina studenter att det framgångsrika uppskjutningen av Shenzhou-9 är en seger för Kina, samtidigt som studenternas egna omständigheter berättar om ett annat, försummat Kina.
9শিক্ষকটি পিপল'স ডেইলি'র একটি কপি হাতে ধরে বলছেন: “শেনঝু-৯'এর সফল উৎক্ষেপণের সাথে সাথে মহাশূন্য প্রচেষ্টার ক্ষেত্রে আমাদের মাতৃভূমির অবস্থান একটি বিশাল লাফ দিয়েছে।Läraren håller upp ett exemplar av tidningen People's Daily och säger: “Med den framgångsrika uppskjutningen av Shenzhou-9 har vårt moderlands rymdambitioner tagit ett stort språng framåt.
10আমি চাই সব ছাত্র-ছাত্রীরা এর একটি বর্ণনা লিখুক!”Jag vill att alla ni studenter skriver en kommentar om detta!”
11কার্টুনটির অনুভূতি অনেক নেটনাগরিকের মাধ্যমে প্রতিধ্বনিত হয়েছে। তারা বলেছেন চীনে [চীনা ভাষায়] সামাজিক সমস্যার সমাধানের চেয়ে মহাশূন্য অভিযান অনেক সহজ:Skämtteckningens budskap upprepas av många nätmedborgare som påpekat att det verkar betydligt lättare att ta sig an rymduppdrag än att lösa Kinas sociala problem [ki]:
12@我朝有点威武:শেনঝু-৯ ক্যাপসুলের উৎক্ষেপণ আবার প্রমাণ করলো যে সবার জন্যে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক বিষয় মোকাবেলা করা আকাশে পৌঁছানোর তুলনায় অনেক বেশি কঠিন@我朝有点威武:Uppskjutningen av rymdkapseln Shenzhou-9 har än en gång visat att sociala frågor som utbildning och hälsovård är mycket svårare att tackla än att nå upp till himlen
13@টুইটাইপি: এটা [ক্যাপসুল] আকাশ ছোঁয়ার পরে বাধ্যতামূলক গর্ভপাত কী বন্ধ হবে?@tweetypie: Efter att den [kapseln] når himlen, kommer påtvingade aborter att avskaffas?
14আমরা কী দুধপান নিরাপদ মনে করতে পারি?Kan vi känna oss trygga när vi dricker mjölk?
15বাচ্চারা কী স্কুলবাস পাবে?Kommer barnen att få skolbussar?
16সরকারি কর্মকর্তারা কী করদাতাদের অর্থের বেহিসাব খরচ বন্ধ করবে?Kommer regeringsrepresentanterna att sluta slösa med skattebetalarnas pengar? Kommer chengguan [lokalpolisen] att sluta misshandla människor?
17চেঙ্গুয়ান [নগরের শহুরে প্রশাসন এবং আইন প্রয়োগ ব্যুরো] মানুষকে পিটানো বন্ধ করবে? উত্তর যদি না হয়, কোন আকাশে পৌঁছনো?Om svaren är nej, vad är det då för mening med att nå upp till himlen?
18সাধারণ মানুষের জন্যে কিছু করা আপনার জন্যে তেমন কঠিন কী?Är det så svårt för er att göra någonting för vanliga människor?
19@坐在村口的小妖:স্কুলবাসগুলো নিরাপদ নয়, উচ্চগতির ট্রেন নিরাপদ নয়, এমনকি বাইসাইকেলও নিরাপদ নয়।@坐在村口的小妖:Skolbussarna är inte säkra, höghastighetstågen är inte säkra, inte ens cyklar är säkra.
20নিরাপত্তা সমস্যার চূড়ান্ত সমাধান হলো আরও বেশি শেনঝু ক্যাপসুল উৎপাদনDen slutgiltiga lösningen på säkerhetsproblemet är att tillverka fler Shenzhou-kapslar
21শেনঝু-৯ ক্যাপসুল উৎক্ষেপণের খবর নরওয়ের অসলোতে মায়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি'র নোবেল পুরস্কার বক্তৃতা প্রদানের খবরের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে যায়।Nyheten om uppskjutningen av Shenzhou-9 sammanföll med Myanmars oppositionsledare Aung San Suu Kyis försenade tal med anledning av hennes mottagande av Nobels fredspris i Oslo.
22টুইটারে অধিকাংশ তথ্য এক্টিভিস্টরা বিশ্বাস করেন যে জাতীয় গরিমা নির্ভর করে মহাশূন্য অভিযানের চেয়ে বরং মানুষের অধিকারের উপর।På Twitter ansåg de flesta informationsaktivister att nationell ära borde byggas på mänskliga rättigheter snarare än rymduppdrag.
23ভিন্নমতাবলন্বী ব্লগার ওয়েন ইউনচাও উল্লেখ করেন [চীনা ভাষায়]:Dissidentbloggaren Wen Yunchao påpekar [ki]:
24@ওয়েনিউনচাও: যারা ওয়েইবোতে ব্যস্ত তারা শেনঝু-৯ নিয়ে উত্তেজিত আর যারা টুইটারে ব্যস্ত অং সান সু চি'র কথা তাদের স্পর্শ করেছে।@wenyunchao: Människor som vistas på Weibo är upprymda över Shenzhou-9 medan människor som använder Twitter berörs av Aung San Suu Kyi
25তিব্বতি ভিন্নমতাবলম্বী লেখিকা দেগেওয়া একটি তিব্বতি মাইক্রোব্লগে [চীনা ভাষায়] পুণঃটুইট করে তার রাজনৈতিক উদ্বেগ উত্থাপন করেছেন:Tibetanska dissenten och skribenten Degewa belyser även den politiska frågan genom att retweeta en tibetansk mikroblogg [ki]:
26@দেগেওয়া: পুণঃটুইট তিব্বতি মাইক্রোব্লগ: শেনঝু-৯ আমাদেরকে বলে দিয়েছে যে আকাশে পৌঁছনোর চেয়ে তিব্বতিদের লাসা পৌঁছনো বেশি কঠিন।@degewa: retweeta tibetanska mikrobloggen: Shenzhou-9 säger oss att tibetanernas väg till Lhasa är svårare än vägen till himlen.