Sentence alignment for gv-ben-20120416-24924.xml (html) - gv-swe-20120425-2427.xml (html)

#benswe
1স্পেনঃ সাধারণ ধর্মঘটে পুলিশী নির্মমতার চিত্রSpanien: Bilder av polisbrutaliteten under den allmänna strejken
2এ পোস্টটি ইউরোপ সংকটের সংক্রান্ত আমাদের স্পেশাল কাভারেজের অংশDetta inlägg är en del av vår Specialrapportering om Europa i kris.
3#২৯এম (২৯ মার্চ) স্পেনের ট্রেড ইউনিয়নগুলো শ্রম আইন সংস্কারের প্রতিবাদে সাধারণ ধর্মঘট আহ্বান করে। মারাইয়ান রাজয়ের সরকার (পপুলার পার্টি) শ্রম আইন সংস্কারের প্রস্তাব উত্থাপন করে।Den #29M [sp, en] (29 mars) kallade Spaniens fackföreningar till allmän strejk i protest mot den arbetarreform [en], som introducerats av Mariano Rajoys (Partido Popular) regering.
4রাজয় সরকারের ক্ষমতা গ্রহণের ১০০ দিন পর সরকার প্রথম এই ধর্মঘটের সম্মুখীন হয়েছে।Denna strejk är den första som iscensatts gentemot regeringen och detta bara 100 dagar efter Rajoy kommit till makten.
5দেশজুড়ে ব্যপক বিক্ষোভের ফলশ্রুতিতে সরকারের নির্বাহীরা দ্রুততম উপায়ে অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠা এবং নিয়ন্ত্রণ মুক্ত শ্রম বাজারে চাকুরি সৃষ্টি করা, অগ্নি নির্বাপণ কর্মীদের কাজকে সহজ করা, শ্রমঘণ্টা বৃদ্ধির লক্ষ্যে চাকুরিজীবীদের কাজে নমনীয়তা, বেতন-ভাতা কমানো, কর্মীদের সচলতায় প্রণোদনা প্রদান এবং দীর্ঘ সময়ের জন্য কর্ম অভিজ্ঞতার পাশাপাশি যুব কর্মীদের কাজে যোগদানের বিষয় সহজীকরন- এ সকল বিষয়ে পদক্ষেপ গ্রহন করছেন।Anledningen till massdemonstrationerna över hela landet var de åtgärder som vidtagits av den verkställande makten, som i sin iver att hitta den snabbaste vägen ut ur krisen och främja sysselsättningen avreglerade arbetsmarknaden, gjorde uppsägningar lättare, underlättade företagares förmåga att förlänga arbetstider, sänkte löner, uppmuntrade arbetskraftens rörlighet och har underlättade rekrytering av unga praktikanter för längre perioder.
6মূল ট্রেড ইউনিয়নের বাইরে থাকা নাগরিক আন্দোলনের দলগুলো যেমন আই ডেমক্রেসিয়া রিয়াল ইয়া!Grupper av medborgare som inte är med de största fackförbunden, som ¡Democracia Real Ya!
7[ ট্রু ডেমক্রেসি নাউ!] তথাকথিত ‘জটিল প্রতিবন্ধকতা' নামক এ ধর্মঘটে [স্প্যানিশ] যোগদান করে।(“Sann demokrati nu!”) deltog i strejken i så kallade “kritiska block” [sp].
8দিনব্যাপী চলমান এ ধর্মঘটে বেশিরভাগ শ্রমিক অংশগ্রহণ করেন, ধর্মঘটকে ঘিরে উত্তেজনা তুঙ্গে ছিল, বিশেষতঃ বার্সিলোনাতে বিক্ষোভ কারীদের সাথে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়।Under strejkdagen, då de flesta arbetare deltog, var spänningen många gånger hög, särskilt i Barcelona där sammanstötningar mellan kravallpolis och demonstranter förekom.
9এবারো নিরাপত্তা কর্মীরা তাঁদের পরিচিতিমূলক ব্যাজ পরতে ভুলে গিয়েছিলেন।Än en gång hade inte säkerhetspolisen sina ID-brickor på sig.
10বার্সিলোনায় সাধারণ ধর্মঘট চলাকালে পুলিশের রাবার বুলেটে আহত বিক্ষোভকারী।Demonstranter skadade av gummikulor under allmänna strejken, Barcelona. Foto Jesús G.
11ছবি জেসাস জি, প্যাস্টর, স্বত্ব ডেমটিক্স ৩/২৯/১২।Pastor, copyright Demotix 3/29/12.
12ঐ দিন মূল শহরগুলো শান্তিপূর্ণ ছিল যদিও বিভিন্ন দলের মধ্যে সংঘর্ষ হয়।Under dagen, som var fridfull i de flesta städer, förekom sammandrabbningar mellan olika grupper.
13নিচের এই ভিডিওটিতে আমরা দেখিয়েছি চাকুরিচ্যূতির কারনে অগ্নি নির্বাপণ কর্মীদের আন্দোলনে দাঙ্গা পুলিশ কিভাবে লাঠিপেটা করেছেঃI videon kan man se hur brandmän, som protesterade mot nedskärningar de genomlidit, blev målet för övergrepp av kravallpolis som attackerade och slog dem:
14পরবর্তী দুটি ভিডিও সক্রিয়তাবাদীদের তৈরি করা। এতে দেখা যায় পুলিশ ইলেকট্রিক ব্যাটন ব্যবহার করছে।De två följande videoklippen har filmats av aktivister och visar att kravallpolisen använde sig av elektriska batonger.
15প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে প্রতিবাদকারীরা পুলিশকে ঘিরে ধরেছে সেখানে দুজন পুলিশ কর্মকর্তা (মন্থরতম গতির) দৌড়ে পালিয়ে যাচ্ছেন।Den första videon visar när demonstranterna omringar två poliser (de långsammaste) som springer iväg.
16দ্বিতীয় ভিডিওটিতে পুরো উল্টো চিত্র দেখা যায়। ভীড়ের মধ্যে চারজন পুলিশ (একজন সোনালী চুলের মহিলা আর বাকী তিনজন পুরুষ) মাটিতে পড়ে যাওয়া একজন প্রতিবাদকারীকে আক্রমণ করছেন, প্রথম ভিডিওর দুজন তাঁদের থেকে কিছুটা পেছনে।Den andra videon, filmad ifrån motsatt synvinkel, visar fyra demonstranter längst fram (en blond kvinna och tre män), en attack mot en demonstrant som faller till marken, samt två av demonstranterna från den första videon strax bakom de övriga.
17প্রতিবাদকারীরা আবিষ্কার করেন যে আক্রমণের উদ্দেশ্যে এবং উত্তেজনা বাড়ানোর জন্য দুজন পুলিশ কর্মকর্তা ভিড়ের মধ্যে প্রবেশ করেন যাতে করে পুলিশের আক্রমণকে যুক্তিসঙ্গত বলে ব্যাখ্যা দাড় করানো যায়।.Demonstranterna upptäcker än en gång att polisen har infiltrerat folksamlingen för att attackera demonstranterna och öka spänningarna, med syfte att rättfärdiga polisens följande anstormning.
18(সূত্র : http://www.tercerainformacion.es/spip.php?article35508 [es]):(Källa: http://www.tercerainformacion.es/spip.php?article35508 [sp]):
19অপর একটি ভিডিওতে বার্সিলোনায় ধর্মঘটকালীন পুলিশের রাবার বুলেটে আহত একজন প্রতিবাদকারীর বক্তব্য হাসপাতাল থেকে গ্রহন করা হয়।Ytterligare en video visar en demonstrants uttalande ifrån sjukhussängen.
20রাবার বুলেটের আঘাতে তাঁর পাঁজরের দুটো হাড় ভেঙ্গে যায় ও ফুসফুস ফুটো হয়ে যায়।Han blev träffad av polisens gummikulor under strejken i Barcelona och har två brutna revben och en punkterad lunga.
21@আরমাকডিওডেলট ঃ খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে শেয়ার করুন @ ডেমক্রাসিয়ারিয়ালঃ ১৯ বছর বয়স্ক এক তরুণ ইউসি আই-এ ভর্তি হয়েছেন, খুবই জটিল অবস্থা, মস্তিস্কে রক্তক্ষরণ, ভিক্টরিয়াতে পুলিশের আক্রমনের পর # ২৯ এম@ARMAKdeODELOT [sp]: ALLVARLIGT, DELA @DemocraciaReal [sp]: Ung man 19 år tagen på sjukhus UCI, mycket allvarligt tillstånd, hjärnblödning, resultat av polisangrepp i Vitoria #29M [sp, en]
22নিচের ভিডিওটিতে আমরা দেখতে পাই কোন কারন ছাড়াই দাঙ্গা পুলিশ দুজন সাইকেল আরোহীর প্রতি দুই রাউণ্ড রাবার বুলেট ছুড়ছেঃFöljande video visar kravallpoliser som utan som helst anledning avfyrar två salvor gummikulor mot förbipassande cyklister:
23@ফটোমুভিমিএন্টোঃ আমাদের প্রাণপ্রিয় পুলিশ বাহিনী আজ প্লাজা ক্যাটালুনিয়ায়… কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে দাও আর এখন তাঁদের প্রতিহত কর… দ্রোহে জেগে ওঠো!@Fotomovimiento [sp]: Vår kära polis idag i Plaça Catalunya.. Låt Trias komma ut och försvara dem nu.
24#29Mhttp://www.youtube.com/watch?Bli arg!
25v=V_bLULITkh4#29Mhttp://www.youtube.com/watch?
26২৯এম প্রতিবাদের সময় অন্তরীণ ৪১ জন যুবার মধ্যে ৩ জনকে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।v=V_bLULITkh4 [sp] Tre av de fyrtioen unga demonstranterna fick frihetsberövande straff under manifestationen 29M i Barcelona.
27তাঁরা যা করেছে তার ভিত্তিতে অভিযোগ আনা হয় নি (২৯ তারিখ সকালে তাঁরা গ্রেফতার হন), তাঁরা অন্তরীণ হয়েছেন ঐ দিন বিকেলে বার্সিলোনার রাস্তায় যা ঘটেছিল তার কারনে।Åtalet var inte grundat på vad de gjorde (de greps morgonen den 29 mars) utan på det som skedde i Barcelona följande kväll.
28ম্যাজিস্ট্রেট তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে বিচার না করে আগত সপ্তাহগুলোতে বার্সিলোনায় তাঁরা শান্তি ভঙ্গের কারন হতে পারে এই বিবেচনায় তাঁদের শাস্তি প্রদান করেন।Den ansvarige domaren hävdade att det fanns en risk för fortsatt brottslighet, eftersom de anklagade kunde ge upphov till störande av friden under andra händelser i Barcelona under de kommande veckorna.
29আইনের সাথে জড়িত একাধিক গ্রুপ অন্তরীণদের রক্ষার বিষয়ে এক যৌথ বিবৃতি প্রদান করে [স্পেনীশ]।Ett antal rättighetsgrupper publicerade ett gemensamt uttalande i försvar av de anklagade [sp].
30প্রতিবাদকারীদের কারাবন্দীর প্রতিবাদে ধর্মঘট পরবর্তী সপ্তাহগুলোতে স্পেনের বিভিন্ন শহরে প্রতিবাদ অব্যাহত রয়েছে।Veckorna efter manifestationen förekom protester i olika spanska städer mot demonstranternas frihetsberövande.
31২৯ এম এর ধর্মঘটে গ্রেফতার স্পেনে ১৭৬ জন (মাদ্রিদে ৫৭ জন) জন কারাবন্দীর মুক্তির দাবিতে মাদ্রিদে প্রতিবাদ।Protest i Madrid mot fängslandet av 176 människor i Spanien (57 i Madrid) under 29M-händelserna.
32ছবি আলবার্তো সিবাজা রামিরেজ, স্বত্ব ডেমটিক্স ৩/৩০/২০১২Foto av Alberto Sibaja Ramírez, copyright Demotix 3/30/2012.
33ধর্মঘটের দিনের ঘটনা নিয়ে ডকুমেন্ট দি কেসেস অব ইন্ডিস্ক্রিমিনেট ভায়লেন্স [স্প্যানিশ] শিরোনামে একটি ওয়েব সাইট চালু করা হয়েছে।En webbsida har skapats för att dokumentera fall av urskillningslöst våld [sp] som ägde rum under strejkdagen.
34এ পোস্টটি ইউরোপ সংকটের সংক্রান্ত আমাদের স্পেশাল কাভারেজের অংশDetta inlägg är en del av vår Specialrapportering om Europa i kris.