# | ben | swe |
---|
1 | চীন: মহাশূন্য অভিযান নাকি সামাজিক উন্নয়ন? | Kina: Rymdresor eller social utveckling? [Alla länkar leder till engelskspråkiga sidor, om inte annat anges.] |
2 | ১৬ই জুন, ২০১২ তারিখে চীন দেশের চতুর্থ মনুষ্যবাহী অভিযান শেনঝু-৯ ক্যাপসুল সফলভাবে উৎক্ষেপন করে । | Den 16 juni, 2012, sköt Kina framgångrikt upp rymdkapseln Shenzhou-9 i landets fjärde bemannade rymduppdrag. |
3 | জাতীয় এই কৃতিত্বে উদযাপন করার জন্যে চীনা পোর্টাল ওয়েবসাইট সিনা ওয়েইবো নেটনাগরিকদেরকে “শেনঝু-৯ ক্যাপসুলে চিঠি লিখতে” কে আমন্ত্রণ জানায়। | För att fira denna nationella prestation uppmanade den kinesiska portalsidan Sina Weibo nätmedborgare att “skriva brev till Shenzhou 9-kapseln”. |
4 | তবে অনেকে দেশের বিভিন্ন মৌলিক সামাজিক চাহিদাকে অবহেলা করে মহাশূন্য অভিযানে মাত্রাতিরিক্ত ব্যয়ের সমালোচনা করতে এই সুযোগ কাজে লাগিয়েছেন। | En del har dock tagit tillfället i akt att rikta kritik mot att höga summor spenderas på rymduppdrag medan landets grundläggande sociala behov försummas. |
5 | বিষয়্টির উপর শিল্পী আহ পিংয়ের আঁকা কার্টুন সিনা ওয়েইবোতে ব্যাপকভাবে ভাগাভাগি হয়েছে। | Konstnären Ah Pings politiska karikatyr i ämnet har delats vitt och brett på Sina Weibo. |
6 | চীনা মিডিয়া প্রকল্প যেমন ব্যাখ্যা করেছে, কার্টুনটিতে দেখা যাচ্ছে: | China Media Project förklarar innehållet: |
7 | শিল্পী আহ পিংয়ের কার্টুন | Konstnären Ah Pings karikatyr |
8 | একেবারে জরাজীর্ণ একটি গ্রামীণ স্কুলে একজন অ-কেতাদুরস্ত শিক্ষক উত্তেজিতভাবে তার ছাত্র-ছাত্রীদের ব্যাখ্যা করছে যে শেনঝু-৯'এর সফল উৎক্ষেপণ চীনের জন্যে একটি বিজয়, যদিও এমনকি ছাত্র-ছাত্রীদের নিজেদের অবস্থা পড়ে থাকা আরেকটি চীনের গল্প বলে। | en sliten lärare i en uppenbarligen förfallen skola ute på landsbygden berättar ivrigt för sina studenter att det framgångsrika uppskjutningen av Shenzhou-9 är en seger för Kina, samtidigt som studenternas egna omständigheter berättar om ett annat, försummat Kina. |
9 | শিক্ষকটি পিপল'স ডেইলি'র একটি কপি হাতে ধরে বলছেন: “শেনঝু-৯'এর সফল উৎক্ষেপণের সাথে সাথে মহাশূন্য প্রচেষ্টার ক্ষেত্রে আমাদের মাতৃভূমির অবস্থান একটি বিশাল লাফ দিয়েছে। | Läraren håller upp ett exemplar av tidningen People's Daily och säger: “Med den framgångsrika uppskjutningen av Shenzhou-9 har vårt moderlands rymdambitioner tagit ett stort språng framåt. |
10 | আমি চাই সব ছাত্র-ছাত্রীরা এর একটি বর্ণনা লিখুক!” | Jag vill att alla ni studenter skriver en kommentar om detta!” |
11 | কার্টুনটির অনুভূতি অনেক নেটনাগরিকের মাধ্যমে প্রতিধ্বনিত হয়েছে। তারা বলেছেন চীনে [চীনা ভাষায়] সামাজিক সমস্যার সমাধানের চেয়ে মহাশূন্য অভিযান অনেক সহজ: | Skämtteckningens budskap upprepas av många nätmedborgare som påpekat att det verkar betydligt lättare att ta sig an rymduppdrag än att lösa Kinas sociala problem [ki]: |
12 | @我朝有点威武:শেনঝু-৯ ক্যাপসুলের উৎক্ষেপণ আবার প্রমাণ করলো যে সবার জন্যে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক বিষয় মোকাবেলা করা আকাশে পৌঁছানোর তুলনায় অনেক বেশি কঠিন | @我朝有点威武:Uppskjutningen av rymdkapseln Shenzhou-9 har än en gång visat att sociala frågor som utbildning och hälsovård är mycket svårare att tackla än att nå upp till himlen |
13 | @টুইটাইপি: এটা [ক্যাপসুল] আকাশ ছোঁয়ার পরে বাধ্যতামূলক গর্ভপাত কী বন্ধ হবে? | @tweetypie: Efter att den [kapseln] når himlen, kommer påtvingade aborter att avskaffas? |
14 | আমরা কী দুধপান নিরাপদ মনে করতে পারি? | Kan vi känna oss trygga när vi dricker mjölk? |
15 | বাচ্চারা কী স্কুলবাস পাবে? | Kommer barnen att få skolbussar? |
16 | সরকারি কর্মকর্তারা কী করদাতাদের অর্থের বেহিসাব খরচ বন্ধ করবে? | Kommer regeringsrepresentanterna att sluta slösa med skattebetalarnas pengar? Kommer chengguan [lokalpolisen] att sluta misshandla människor? |
17 | চেঙ্গুয়ান [নগরের শহুরে প্রশাসন এবং আইন প্রয়োগ ব্যুরো] মানুষকে পিটানো বন্ধ করবে? উত্তর যদি না হয়, কোন আকাশে পৌঁছনো? | Om svaren är nej, vad är det då för mening med att nå upp till himlen? |
18 | সাধারণ মানুষের জন্যে কিছু করা আপনার জন্যে তেমন কঠিন কী? | Är det så svårt för er att göra någonting för vanliga människor? |
19 | @坐在村口的小妖:স্কুলবাসগুলো নিরাপদ নয়, উচ্চগতির ট্রেন নিরাপদ নয়, এমনকি বাইসাইকেলও নিরাপদ নয়। | @坐在村口的小妖:Skolbussarna är inte säkra, höghastighetstågen är inte säkra, inte ens cyklar är säkra. |
20 | নিরাপত্তা সমস্যার চূড়ান্ত সমাধান হলো আরও বেশি শেনঝু ক্যাপসুল উৎপাদন | Den slutgiltiga lösningen på säkerhetsproblemet är att tillverka fler Shenzhou-kapslar |
21 | শেনঝু-৯ ক্যাপসুল উৎক্ষেপণের খবর নরওয়ের অসলোতে মায়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি'র নোবেল পুরস্কার বক্তৃতা প্রদানের খবরের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে যায়। | Nyheten om uppskjutningen av Shenzhou-9 sammanföll med Myanmars oppositionsledare Aung San Suu Kyis försenade tal med anledning av hennes mottagande av Nobels fredspris i Oslo. |
22 | টুইটারে অধিকাংশ তথ্য এক্টিভিস্টরা বিশ্বাস করেন যে জাতীয় গরিমা নির্ভর করে মহাশূন্য অভিযানের চেয়ে বরং মানুষের অধিকারের উপর। | På Twitter ansåg de flesta informationsaktivister att nationell ära borde byggas på mänskliga rättigheter snarare än rymduppdrag. |
23 | ভিন্নমতাবলন্বী ব্লগার ওয়েন ইউনচাও উল্লেখ করেন [চীনা ভাষায়]: | Dissidentbloggaren Wen Yunchao påpekar [ki]: |
24 | @ওয়েনিউনচাও: যারা ওয়েইবোতে ব্যস্ত তারা শেনঝু-৯ নিয়ে উত্তেজিত আর যারা টুইটারে ব্যস্ত অং সান সু চি'র কথা তাদের স্পর্শ করেছে। | @wenyunchao: Människor som vistas på Weibo är upprymda över Shenzhou-9 medan människor som använder Twitter berörs av Aung San Suu Kyi |
25 | তিব্বতি ভিন্নমতাবলম্বী লেখিকা দেগেওয়া একটি তিব্বতি মাইক্রোব্লগে [চীনা ভাষায়] পুণঃটুইট করে তার রাজনৈতিক উদ্বেগ উত্থাপন করেছেন: | Tibetanska dissenten och skribenten Degewa belyser även den politiska frågan genom att retweeta en tibetansk mikroblogg [ki]: |
26 | @দেগেওয়া: পুণঃটুইট তিব্বতি মাইক্রোব্লগ: শেনঝু-৯ আমাদেরকে বলে দিয়েছে যে আকাশে পৌঁছনোর চেয়ে তিব্বতিদের লাসা পৌঁছনো বেশি কঠিন। | @degewa: retweeta tibetanska mikrobloggen: Shenzhou-9 säger oss att tibetanernas väg till Lhasa är svårare än vägen till himlen. |