# | ben | swe |
---|
1 | সুইডেন: স্টকহোমের অভিবাসী ঘাঁটি রিংকেবাই | Sverige: Ett besök i Rinkeby, Stockholms invandrargetto |
2 | সুইডেনের স্টকহোমের রিংকেবাই এলাকা অভিবাসীদের উচ্চ ঘনত্বের জন্যে বিখ্যাত। | Stockholmsförorten Rinkeby är känd för sin stora andel invandrare. |
3 | অনুসন্ধিৎসু বহিরাগতরা তাদের পরিদর্শন নথিবদ্ধ করেছেন। | Nyfikna utomstående har dokumenterat sina besök dit. |
4 | ইয়েমেনি সাংবাদিক এবং ব্লগার আফরা নাসের স্টকহোমে বসবাস করেন। | Journalisten och bloggaren Afrah Nasser från Jemen bor i Stockholm. |
5 | তিনি একটি ৬ই এপ্রিল, ২০১২ তারিখে একটি ব্লগ পোস্টে প্রথম রিংকেবাই পরিদর্শন সম্পর্কে লিখেছেন। | Hon skrev om sitt första besök i Rinkeby i ett blogginlägg den 6 april 2012. |
6 | আফরাহ বলেন: | Afrah skriver: |
7 | আমি সবসময়ই স্টকহোমের লোকজনের কাছে রিংকেবাই নামের একটা এলাকার কথা শুনি। এটা অভিবাসীতে এতটাই পরিপূর্ণ যে আপনি সেখানে কদাচিৎ সুইডিশদের দেখতে পাবেন। | Jag har alltid hört från folk i Stockholm att det finns et område som heter Rinkeby som är så fullt av invandrare att man nästan aldrig ser några svenskar där. |
8 | আমি সেখানে গিয়ে এই ক্ষুদ্র-অসুইডিশ এলাকা আবিষ্কার করতে চেয়েছি। | Så jag bestämde mig för att åka dit igår. Jag ville åka dit och upptäcka detta lilla icke-svenska oområde. |
9 | রিংকেবাইয়ের একটি রাস্তার ফলক। | Gatuskylt i Rinkeby. |
10 | ছবি, আফরাহ নাসের (অনুমতি নিয়ে ব্যবহৃত) | Foto av Afrah Nasser (med tillstånd) |
11 | আফরাহ রিংকেবাই মেট্রো ষ্টেশনে উপস্থিত হয়ে একটা পার্থক্য লক্ষ্য করেছেন যে এটা কেন্দ্রীয় স্টকহোমের বেশিরভাগ মেট্রো স্টেশন যেমন টি-সেন্ট্রালে্নের তুলনায় নোংরা। | Afrah lade märke till skillnaden när hon kom till Rinkeby tunnelbanestation som var slitnare än de flesta tunnelbanestationer i centrala Stockholm, som exempelvis T-Centralen. |
12 | তিনি উভয় স্টেশনের ছবি তুলনা করেছেন: | Hon jämförde foton på båda stationerna: |
13 | ভূগর্ভস্থ মেট্রোতে উপস্থিত হয়ে আমার প্রথম ধারণা হলো, “হায় ঈশ্বর, ভূগর্ভস্থ মেট্রো এতো ভয়ঙ্কর কেন! | Mitt första intryck när jag kom till tunnelbanan var, “OMG, tunnelbanan ser fruktansvärd ut! |
14 | মেট্রোতে কেন কোন সাজ-সজ্জা নেই!! | Varför finns det inga dekorationer här? |
15 | কিভাবে এটা উদাহরণস্বরূপ কারপালানের মতো হলো (যেখানে সুইডিশরা অনেকটা ফ্যাশন শো'র মতো করে পোশাক পরে/হাঁটে)! | Som t.ex. på Karlaplan (där svenskar klär sig och går som om de medverkar i någon slags modevisning)! |
16 | শহরের গড় মেট্রো দেয়ালের মতো এখানে কোন বিজ্ঞাপন, দেয়ালে সুন্দর কোন ছবি নেই, কীভাবে এটা হলো। | Ingen reklam, inga vackra bilder på väggarna, vilket de brukar finnas på de flesta stationerna i stan. |
17 | টি-সেন্ট্রালেন স্টেশন। | T-Centralen. |
18 | আফরাহ নাসেরের পাঠানো ছবি (অনুমতি নিয়ে ব্যবহৃত) | Foto av Afrah Nasser (med tillstånd) |
19 | রিংকেবাই স্টেশন। | Rinkeby station. |
20 | আফরাহ নাসেরের পাঠানো ছবি (অনুমতি নিয়ে ব্যবহৃত) | Foto av Afrah Nasser (med tillstånd) |
21 | রিংকেবাইয়ের অনেক বাসিন্দাই তাদের কমিউনিটির বাইরে একটি ভাল কাজ খূঁজে পান না কারণ তাদের ন্যূনতম সুইডিশ ভাষা দক্ষতা নেই। | Många människor som bor i Rinkeby kan inte få något bra jobb utanför det egna samhället då de inte har tillräckligt goda kunskaper i det svenska språket. |
22 | ২০০৮ সালে রিংকেবাই পরিদর্শনকারী মার্কিন ব্লগার এবং সাংস্কৃতিক সমাজবিজ্ঞানী ট্রিসিয়া ওয়াংয়ের মতে পরবর্তী ছবির মহিলা স্কুলে ইংরেজি এবং সুইডিশ বলতে পারার মানের কারণে তার সন্তানদের ভাল কাজের সুযোগ না পাবার ভয় পাচ্ছেন। | Enligt Tricia Wang, en amerikansk bloggare och kulturell sociolog som besökte Rinkeby 2008, fruktade kvinnan på bilden här nedanför att hennes barn inte skulle få bra jobbmöjligheter på grund av den låga nivån av engelska och svenska som talades i deras skola. |
23 | রুটির দোকানে কার্যে রত হাতিস এরকাল - ফ্লিকারে ট্রিসিয়া ওয়াংয়ের পাঠানো ছবি (সিসি-বাই-এনসি-এসএ ২. | Bageri i Rinkeby. Foto av Tricia Wang på flickr (CC BY-NC-SA 2.0) |
24 | ০) রিংকেবাইতে সব্জি বাজার - ফ্লিকারে ট্রিসিয়া ওয়াংয়ের পাঠানো ছবি (সিসি-বাই-এনসি-এসএ ২. | Grönsaksmarknad i Rinkeby. Foto av Tricia Wang på flickr (CC BY-NC-SA 2.0) |
25 | ০) সফর শেষে আফরাহ বলেন: | Efter sitt besök sade Afrah: |
26 | স্টকহোম পৃথকীকৃত এরকম একটা অনুভূতি নিয়ে আমি রিংকেবাইকে বিদায় জানাই। | Jag tog farväl av Rinkeby med en känsla av att Stockholm är segregerat. |
27 | আমার নিজশহর সান'আও সবসময় পৃথকীকৃত। | Min hemstad, Sana'am, har alltid varit segregerad den också. |
28 | ধনীরা একপ্রান্তে বসবাস করে আর অন্য প্রান্তে বসবাস করে গরীবেরা। | De rika levde på ena sidan och de fattiga på andra. |
29 | ইয়েমেনীরা বসবাস করে একপাশে এবং অন্যপাশে থাকে অভিবাসীরা। | Jemeniterna levde på den ena sidan och invandrarna på den andra. |
30 | তাই আমি জানি সামাজিক পৃথকীকরণ মানে কী? | Därför vet jag vad social segregation innebär. |
31 | সান'আতে ব্যাপকভাবে সোমালি অধ্যূষিত সাফিয়া নামের একটি এলাকা আছে। | Det finns ett område i Sana'a som heter Safia där det bor väldigt många somalier. |
32 | আমরা এটাকে মাকাদিশু (সোমালিয়ার রাজধানী মোগাদিসু) বলে থাকি। | Vi brukade kalla det för Maqadishu. Jag antar att Rinkeby är Stockholms Safia. |
33 | আমি বাজি ধরে বলতে পারি রিংকেবাই হল স্টকহোমের সাফিয়া। | Det här är inte nytt för mig, men det var intressant att upptäcka den här sidan av Stockholm. |
34 | এটা আমার জন্যে নতুন না হলেও স্টকহোমের এই দিকটা আবিষ্কার করা আকর্ষণীয় ছিল। | Affisch i Rinkeby som gör reklam för internationella penningöverföringar till Afrika. |
35 | রিংকেবাই'তে লাগানো পোস্টার - আফ্রিকায় টাকা পাঠানোর বিজ্ঞাপন | Foto av Tricia Wang på flickr (CC BY-NC-SA 2.0) |