# | ben | swe |
---|
1 | দক্ষিণ কোরিয়া: সিউলে ওয়াল স্ট্রিট দখল বিক্ষোভের ছবি | Sydkorea: Bilder från “Occupy Wall Street”-protesten i Seoul |
2 | এই পোস্টটি আমাদের #অকুপাই ওয়ার্ল্ডওয়াইড (বিশ্বব্যাপী দখল) সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ। | |
3 | ওয়াল স্ট্রিট দখল অভিযান অবশেষে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছে। | “Occupy Wall Street”-rörelsen har landat i den sydkoreanska huvudstaden, Seoul. |
4 | প্রচন্ড বৃষ্টিপাত, বজ্রপাত আর বিদ্যুত চমক আর হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়া সত্ত্বেও প্রায় ৩০০ মানুষ সিউল দখল প্রতিবাদে একত্র হয়েছিলেন গত ১৫ই অক্টোবর, ২০১১ তারিখে। | Trots kraftigt regn, blixt och åska, och ett plötsligt temperaturfall, samlades cirka 300 personer för “Occupy Seoul”-protesten den 15:e oktober 2011. |
5 | প্রথমে তারা সিউলের অর্থনৈতিক কেন্দ্র ইউইদোতে ফাইন্যানশিয়াল সুপারভাইজরি সার্ভিসের সামনে একত্র হন আর এর পরে সিউলের শহরতলীর বিভিন্ন স্থানে মিছিল করেন। | De samlades först utanför finansinspektionen på Yeouido, Seouls finansiella kärna, och marscherade senare vidare till andra platser i centrala Seoul. |
6 | যারা অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন এমন তরুণ আর কর্মীদের করা এসংক্রান্ত টুইট আর ছবিতে জীবন্ত হয়ে ওঠে টুইটার জগৎ। | Twitter-sfären lös upp med twittringar och bilder skickade av unga människor och aktivister som protesterade ekonomisk ojämlikhet. |
7 | কিছু ছবি দক্ষিণ কোরিয়ার নাগরিক সংবাদ সাইট উইকি ট্রিতেও পোস্ট করা হয়। | Några bilder las också upp [ko] på Wiki Tree, Sydkoreas medborgarnyhetssida på Internet. |
8 | মিন গিয়ং চুল (@এমজিসি০৯০৯) বিক্ষোভের বেশ কিছু ছবি টুইট করেন। | Min Gyeong-Chul (@mgc0909) twittrade flera bilder från protesten. |
9 | নীচের ছবিতে তার শিরোনাম (কোরিয়ান ভাষায়) হলো, ‘আমরা ফাইন্যানশিয়াল সুপারভাইজরি সার্ভিসের প্রধান কার্যালয়ের সামনে। | Hans bildtext [ko] för bilden nedan lyder: “Vi står mitt emot finansinspektionens högkvarter. |
10 | প্রচন্ড বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে, কিন্তু আমরা ৯৯% ওই ১% এর অর্থনৈতিক ঠকানোর প্রতিবাদ করছি। | Det spöregnar och blixtrar hätfigt, men vi, de 99 procenten, står emot den rikaste procentens ekonomiska exploatering. |
11 | ‘সিউলে ইউইদো ঘেরাও কর'! | ‘Ockupera Yeouido i Seoul!'”. |
12 | এখানে ইউইদো থেকে তোলা আর একটি ছবি: | Det här är en annan bild han tog på Yeouido: |
13 | টুইটার ব্যবহারকারী @এমজিসি০৯০৯ এর সৌজন্যে | Upplagd av Twitter-användaren @mgc0909 |
14 | বুসান সঞ্চয় ব্যাংকের ব্যার্থতার শিকারদের বসে বিক্ষোভের ছবি নীচেরটা। | Bilden nedan är från en sittstrejk utförd av offren för Busan Sparbanks misslyckanden. |
15 | জোরালো গুজব আছে যে এই ব্যাংক অর্থ ব্যবহার করেছে তাদের অনিয়ম ঢাকার জন্য সরকারী আমলা আর সাংসদদের লবি করার জন্য। | De har framförts allvarliga anklagelser om att denna skandalomsusade sparbank har använt mutfonder för att öva påtryckningar på regeringstjänstemän och lagstiftare i syfte att dölja sina oegentligheter. |
16 | সাংবাদিক আর দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী টুইটার ব্যবহারকারী হু জে-ইয়োন (@উইলাভহানি) একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একজন নাগরিক ‘প্রতিশোধ' লেখা মুখোশ পরে আছেন। তার শিরোনামে লেখা আছে, ‘একজন নাগরিক এসেছেন ইউইদোর লোভী ওইসব কর্পোরেশন দখল করতে।‘ | Huh Jae-Yeon (@welovehani), journalist och mycket inflytelserik twittrare i Sydkorea, la upp en bild av en medborgare som bar en “V för Vendetta”-mask. Hans bildtext lyder: “En medborgare kom att ockupera de giriga finansföretagen i Yeouido.” |
17 | ইটার ব্যবহারকারী @উইলাভহানি এর সৌজন্যে | Upplagd av Twitter-användaren @welovehani |
18 | পুলিশ শহরতলী সিউলের বিক্ষোভ আটকানোর চেষ্টা করেন। | Polisen försökte blockera protesten i centrala Seoul. |
19 | টুইটার ব্যবহারকারী @বিউলফ৯৬ টুইট করেছেন [কোরিয়ান ভাষায়]: | Twitter-användaren @Bwolf96 twittrade [ko]: |
20 | আমি যেমন ধারণা করেছিলাম- তারা ওয়াল স্ট্রিট দখল বিক্ষোভ আটকানোর চেষ্টা করেছিল, বেআইনি বলে। | De försökte blockera “Occupy Wall Street”-protesten genom att kalla den olaglig. |
21 | আমরা কেন এটা করতে পারবো না যখন বাকি পৃথিবী করছে? | Varför kan vi inte göra det [protestera] när resten av världen gör det? |
22 | বিষ্ময়কর না যে রক্ষণশীল দক্ষিন কোরিয়ার মিডিয়া কড়াভাবে এই বিক্ষোভকে খারাপ, রাজনৈতিক প্রণোদিত কাজ বলে অভিহিত করেছে। | Föga överraskande framförde konservativ sydkoreansk media fram grova anklagelser om att protesten var en lömsk, politiskt manipulerad aktion. |
23 | জোন-গু (@অজকেপপ) তাদের এই দাবীর বিরুদ্ধে টুইট করেছেন: | Oh Jun-Gyu (@ojkpop) twittrade [ko] mot det påståendet: |
24 | কখন এইসব রক্ষণশীল মিডিয়া বকা বন্ধ করবে! | När kommer den konservativa median nånsin sluta svamla! |
25 | তারা ওয়াল স্ট্রিটের বিক্ষোভকে বিশুদ্ধ (তৃণমূল) বিক্ষোভ বলছেন, আর অকুপাই সিউলকে দোষ দিচ্ছেন কোন (খারাপ) চিন্তার জন্য। | De kallar Wall Street-protesten en ren (gräsrots)rörelse, medan de anklagar Occupy Seoul för att vara “ansatt av vissa (lömska) intentioner”. |
26 | দেখুন ওয়াল স্ট্রিটের বিক্ষোভ একটা ‘রাজনৈতিক' বিক্ষোভ যেখানে ধনীদের আয়কর দেয়া আর সমাজে সাম্যতা আনার কথা বলা হচ্ছে। | Du förstår, Wall Street-protesten är en “politisk” protest som kräver beskattning av rikedomar och återinförandet av rättvisa i samhället. |
27 | আর তারা ঠিক। | Och de har rätt. |
28 | একই ভাবে ঠিক অকুপাই সিউল (সিউল দখল) ও। | Detsamma gäller Occupy Seoul. |
29 | তবে কিছু তরুন অকুপাই সিউলের জোরালো সমালোচনা করেছেন, তারা বলেছেন যে যুক্তরাষ্ট্রের অকুপাই ওয়াল স্ট্রিট আর অকুপাই সিউল আপেল আর কমলার মতো আলাদা। | Emellertid kritiserade vissa unga människor starkt “Occupy Seoul”-protesten med argumentet att “Occupy Wall Street” i USA och “Occupy Seoul” är som äpplen och apelsiner [ko]. |
30 | কেউ কেউ আরো এগিয়ে গিয়ে সরাসরি অপমান করেছেন। | Några gick ännu längre och utstötte rena förolämpningar. |
31 | ও মি-মি (@মিমি নুনা) টুইট করেছেন: | Oh Mi-Mi (@Mimi_nuna) twittrade [ko]: |
32 | সব ভন্ড যারা ওয়াল স্ট্রিটের বিক্ষোভ এখানে করছে! | Ni ligister som gör Wall Street-protesten! |
33 | আপনারাই সব সময় ‘যুক্তরাষ্ট্র-বিরোধী, যুক্তরাষ্ট্র-বিরোধী' এমন কথা বলতেন। | Ni är dem som brukade säga “anti-USA, anti-USA!” hela tiden. |
34 | কিন্তু আপনারা সব সময়ে যুক্তরাষ্ট্রকে নকল করেন আর এখন তাদের বিক্ষোভকেও নকল করছেন? | Men ni kopierar alltid USA och nu kopierar ni deras protester? |
35 | এই কারনেই বিভিন্ন জায়গায় আপনাদের সাথে অন্যায় ব্যবহার করা হয়। | Det är därför ni blir behandlade orättvist på många ställen, era Zombies! |
36 | বেশ কয়েকজন আরো সংযত হয়ে তাদের মতামত দিয়েছেন, ব্যাখ্যা করে যে যদিও বিক্ষোভটা অর্থপূর্ণ, খুব কম অংশগ্রহণকারী এর মানে বুঝতে পেরেছে। | Många reagerade mer rationellt genom att förklara att även om protesten i sig är meningsfull är det inte många närvarande som verkligen begriper dess koncept. |
37 | রে ওয়ং (@রে০৪০৩) টুইট করেছেন: | Rhee Woong (@Rhee0403) twittrade [ko]: |
38 | দক্ষিণ কোরিয়াতে, যারা খোলাখুলিভাবে ওয়াল স্ট্রিট এর বিক্ষোভের সমর্থন করেন তারাও আসলে বিক্ষোভের বিষয়টা ধরতে পারছেন না। | T.o.m. människor som öppet stödjer Wall Street-protesten i Sydkorea förstår egentligen inte protestens agenda. |
39 | কেউ কেউ এটাকে পুঁজিবাদের বিরুদ্ধে বামপন্থীদের আবরোধ মনে করছেন। | Vissa förstår den som vänstermänniskors motstånd gentemot kapitalismen. |
40 | কিন্তু এটা তার বাইরে। এটা তৃণমূল আর সুবিধাভোগী শ্রেনীর মধ্যে বিশাল একটা সংঘাত। | Men det går bortom det. Det är en monumental strid mellan gräsrötterna och de privilegierade. |
41 | সাধারণ মানুষের জন্য এটা জীবন মৃত্যুর ব্যাপার। | Det är en fråga om liv och död för dessa vanliga människor. |
42 | কর্মীরা জানাচ্ছেন যে অক্টোবর ২১, ২০১১ তারিখে আর একটা অকুপাই সিউল বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। | Aktivistgrupper säger att det finns en annan “Occupy Seoul”-protest planerad till den 21:a oktober 2011. |