# | ben | swe |
---|
1 | ফিলিপাইনসঃ টোকাই নামক টিকটিকি ধরার উন্মাদনা | Vansinnig tokaygeckojakt i Filippinerna |
2 | সাম্প্রতিক মাসগুলোতে ফিলিপাইনে টোকাই নামক টিকটিকি ধরার এক উন্মাদনা দেখা দেয়। | |
3 | টোকাই নামক টিকটিকি স্থানীয় ভাষায় বলে “টুকো”। এ ভাবে উন্মাদের মত টিকটিকি ধরার কারণ হচ্ছে সংবাদ ছড়িয়ে পড়ে অনলাইনে এই সরীসৃপ প্রজাতির প্রাণীকে চড়া দামে কিনে নেওয়া হচ্ছে। | Sedan ett par månader har jakt på tokaygeckor eller “tuko” på filipino blivit populärt i Filippinerna eftersom det rapporteras att näthandlare köper ödlorna för stora summor pengar. |
4 | সে সময় থেকে এই টিকটিকি ধরা শুরু হয় যখন গুজব ছড়িয়ে পড়ে যে এই প্রাণীর অ্যাজমা এবং এইচআইভি/এইডস রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে। | Jakten påbörjades när rykten spreds om att ödlorna kan hjälpa mot astma och HIV/AIDS. |
5 | স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে এক বিবৃতি জারী করেছে। এতে তারা জনতাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এই গুজবের কোন ভিত্তি নেই। | Hälsodepartementet har uttalat sig och påmint befolkningen om att det inte finns något stöd för detta: |
6 | এখন লোকজ চিকিৎসা হিসেবে এইডস এবং অ্যাজমা প্রতিরোধে টিকটিকির ব্যবহার করা হচ্ছে এবং এটি স্বাস্থ্য মন্ত্রনালয়ের (ডিওএইচ) জন্য এক ভয়াবহ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। | Den folkloristiska användningen av geckor för att böta AIDS och astma består ännu och detta oroar hälsodepartementet (DOH). |
7 | এমন কোন ভিত্তি নেই যে টিকটিকির কোন উপাদান এইডসের মত রোগের উপশম করতে পারে অথবা অ্যাজমার যে সব জটিলতা সেগুলোকে কমিয়ে দিতে পারে। | Det finns inga bevis för att de kan bota AIDS eller lindra astma. |
8 | যার ফলে কোন রোগের জন্য টিকটিকির ব্যবহারের আমরা পরামর্শ প্রদান করতে পারি না। | Vi rekommenderar det alltså inte för någon typ av sjukdom. |
9 | সংসদ সদস্য মানি ভিলার শঙ্কিত যে এ ভাবে পাগলের মত টিকটিকি ধরতে থাকলে এক দিন দেশ থেকে টিকটিকি বিলুপ্ত হয়ে যাবে: | Senatorn Manny Villar är rädd för att geckojakten skulle kunna leda till att arten utrotas i landet: |
10 | যদিও টিকটিকিকে একেবারে বিলুপ্ত, বিলুপ্তপ্রায় অথবা ঝুঁকির মধ্যে থাকা প্রাণী হিসেবে চিহ্নিত করা হয় না, কিন্তু মাত্রাতিরিক্ত পরিমাণ ধরার ফলে এটি এখন ভয়াবহ এক বিপন্ন বা ঝুঁকির মধ্যে পড়ে যাওয়া প্রাণীর তালিকায় পড়তে যাচ্ছে। | Även om geckor inte klassificeras som akut hotad, starkt hotad eller sårbar så hotas den nu av överinsamling som kan leda till sårbarhet eller utrotning. |
11 | ছবিটি গাইকো কুজিনকুন-এর ফ্লিকার পাতা থেকে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এট্রিবিউশন ২. ০ জেনেরিক-এর অধীনে নেওয়া হয়েছে। | Från gaikokujinkuns Flickr-sida, används med CC Licens Ettribution 2.0 Generic (CC BY 2.0) |
12 | (সিসি বাই ২. ০) সেবু এবং ডাভাও জার্নি-এর এক বন্ধু যে অত্যন্ত গুরুত্বের সাথে টিকটিকি খুঁজতে শুরু করেছিল: | Cebu and Davao Journey has vänner som letat efter geckor: |
13 | কয়েক মাস আগে আমি দাভাওতে এক রেডিওর অনুষ্ঠানে টিকটিকি বিষয়ক উন্মাদনার কথা প্রথম শুনেছিলাম। যেখানে উপস্থাপক ১০,০০০ থেকে ২০,০০০ পেসোতে বিক্রি হবার মত এক ভূয়া গল্প উপস্থাপন করেছিল। | Jag hörde talas om tukovansinnet på radion i Davao för ett par månader sedan, när en presentatör pratade om bluffen att sälja den här ödlan för 100 000 till 200 000 pesos. |
14 | সে যা বলেছিল আমি তা প্রায় বিশ্বাস করেছিলাম। | Jag skulle ha trott på presentatören. |
15 | এরপরে ঘটনাক্রমে আমি আরো শুনলাম যে এটা নাকি সত্যি। | Jag fick senare reda på att det verkligen var sant. |
16 | বেশ কিছু বন্ধু আমাকে এই বিষয়ে বলল যে, রাতারাতি বড়লোক হয়ে যাবার আশায় তারা হন্যে হয়ে টিকটিকি খুঁজে বেড়াচ্ছে। ওয়াকিং নিউজপেপার, একজন জীববিজ্ঞানী। | Några vänner sa till mig att de letar efter tuko för att bli miljonärer direkt. |
17 | তিনি এই ভাবে অর্থের বিনিময়ে টিকটিকি ধরার বিষয়টিকে প্রত্যাখান করেছে। | Walking Newspaper, biolog, ogillar geckojakten för pengar: |
18 | প্রত্যাখান করেছে: তাহলে ঠিক আছে, একটা টিকটিকি যদি ধরার বিষয় তাহলে তা সহজ এবং দ্রুত ধরা যায় এবং তা পাওয়াও সম্ভব, আর এতে অনলাইনে নগদ কিছু মিলবে। | Om det bara var att fånga en ödla och få en förskott över internet så skulle jag hoppa av skolan och för alltid leta geckor i djungeln. |
19 | এ রকম কিছু ঘটার সম্ভাবনা থাকলে আমি এ ভাবে শিক্ষা দেওয়া বন্ধ করে দিতাম এবং জঙ্গলে চলে যেতাম এবং বাকি জীবন টিকটিকি ধরে কাটাতাম। | Sorgligt nog så är geckor våra vänner för mig som biolog och inte till för att handla med. |
20 | দুঃখজনক বিষয় হচ্ছে টিকটিকি আমাদের বন্ধু-এই আমি যে কিনা এক প্রাণী বিজ্ঞানী তার জন্য তো বটে, টিকটিকি বাণিজ্যের উপাদান নয়। | Det har redan avslöjats att handeln med geckor som Internet gör möjligt är en bluff. |
21 | ইন্টারনেটে টিকটিকি কেনাবেচার বিষয়টি ইতোমধ্যে ভুয়া বলে প্রমাণিত হয়েছে। | Tjsdaily uppmärksammar att många filippinier fortfarande inte insett att köparna är bluffmakare: |
22 | টিজেএসডেইলি উল্লেখ করেছেন যে অনেক ফিলিপাইনি এখনো এই বিষয়ে সচেতন যে অনলাইনের টিকটিকি ক্রেতারা আসলে ভুয়া: | Det finns en miljard anledningar till att tuko-skojeriet är just det - ett skojeri. |
23 | এই ভাবে টিকটিকি নিয়ে প্রতারণা যে একটি ভুয়া বিষয় তা উপলব্ধি করার লক্ষ লক্ষ কারণ রয়েছে। | Sorgligt nog så vet inte större delen av filippinierna om hur bluffmakarna arbetar. |
24 | কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বেশীর ভাগ ফিলিপাইনি এই বিষয়ে জ্ঞাত নয় যে ইন্টারনেটে ভুয়া সংবাদ সৃষ্টিকারীরা এই ভাবে সংবাদ ছড়িয়ে দেবার কাজটা করে। | |
25 | এই ব্লগার একই সাথে একটি ওয়েবসাইটের স্ক্রিনশট প্রদর্শন করেছে, যেখানে একটি জীবন্ত টিকটিকির জন্য অবিশ্বাস্য মূল্য তালিকা প্রদান করা হয়েছে: | Bloggaren visar också en skärmdump av hemsidan där de otroliga priserna för levande geckor visas: |
26 | টোকাই নামের টিকটিকির মূল্যে এখন লক্ষ পেসোতে এসে দাঁড়িয়েছে | Tokaygeckor värda miljoner pesos |
27 | আওয়ার ফিলিপাইন ট্রি আশা করছে যে ‘যারা টিকটিকি ধরতে চায়' তারা টিকটিকির গোপন আস্তানা থেকে টিকটিকি খুঁজে বের করতে পারবে না: | Our Philippine Trees hoppas att ‘exploatörerna' inte hittar ödlorna i deras tillhåll: |
28 | সম্ভবত টুকো নামক উন্মাদনা উক্ত প্রদেশের অল্প কিছু ফিলিপিনো ব্যাবসায়ীর মনোযোগ আকর্ষণ করেছে। | Jag hoppas att tukoödlorna stannar där de är och försvårar deras arbete. |
29 | আমি আশা করি যে টুকো সেখানে বাস করতে থাকবে যেখানে তারা বাস করে এবং এই সব শিকারী (শোষকদের) একটা কঠিন সময় উপহার দেবে। | Hoppas att de håller fast tills deras tjocka skinn flås! |
30 | টিকটিকি যেন তাদের কঠিন সময় উপহার দেয়, তাদের পাতলা চামড়া ছাড়িয়ে নেবার আগে পর্যন্ত! | [Kommentar: pinoy är en ord för filippinier.] |
31 | এটা কেবল মাত্র আমার ব্যক্তিগত মতামত , আমি এমন কোন ব্যক্তিকে পাইনি যে চড়া মূল্যে টিকটিকি বিক্রি করতে সক্ষম হয়েছে: | Just my Personal Opinions hittar ingen som lyckats sälja en gecko dyrt: |
32 | এটা কি আসলে সত্য? আমার অজস্র বন্ধু “টুকো” ধরায় ব্যস্ত , কিন্তু তাদের মধ্যে কেউ প্রমাণ দেখাতে পারেনি যে, সত্যিকার অর্থে কোন কোটিপতি ক্রেতা রয়েছে অথবা অন্তত এমন কোন পরিচিত বন্ধু পাইনি যে এ রকম কোন মূল্যে অনন্ত একটি টিকটিকি বিক্রি করতে সক্ষম হয়েছে। | För en miljon pesos för en fullstor “tuko” så misstänker jag att de söker något annat än ett botemedel mot aids eller cancer… om det är sant. |
33 | একটি পূর্ণ বয়স্ক টিকটিকির জন্য এক লক্ষ পেসো মুল্যের ক্ষেত্রে আমি ভাবতে পারি না যে, তাদের যে কোন একটা দিয়ে এইডস বা ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব…যদি তা সত্যি হয়। | Eller så kanske det är möjligt att någon drog igång detta vansinne för att avleda folks uppmärksamhet? |
34 | অথবা যদি এটা সত্যি না হয়, তাহলে এটা কি সম্ভব যে কেউ একজন এই ভুয়া উন্মাদনাকে অনেকের মাঝে ছড়িয়ে দিয়েছে? | My Life in Cebu föredrar att hålla sig borta ifrån geckojägare: |
35 | মাই লাইফ ইন সেবু এই ভাবে টিকটিকি ধরার থেকে অনেক দুরে থাকতে পছন্দ করছ: | Personligen skulle jag inte jaga tuko eller köpa en ens för 100 pesos. |
36 | ব্যক্তিগত ভাবে, এমনকি ১০০ পেসোর বিনিময়েও আমি ধরি না বা কিনি না। | Tukoödlor skrämmer mig och jag respekterar deras syfte som myggjägare. |
37 | এই সব টিকটিকি দেখে এখনো আমি ভয় পাই এবং মশা মারার কারণে আমি টিকটিকির প্রশংসা এবং শ্রদ্ধা করি। এই সরীসৃপ ধরার জন্য কাউকে আমি আমর ঘরে ঢুকতে দেব না। | Jag skulle inte låta någon komma in hos mig bara för att jaga dessa ödlor. |
38 | টিকটিকি বিক্রি করে কেউ একজন হয়ত অনেক টাকা আয় করতে পারে, কিন্তু আমি যে পেশায় রয়েছি, সেই পেশায় থাকতে চাই;) | Tukohandel kan ge mycket pengar men jag behåller hellre mitt jobb. ? |
39 | টোকেহ সাবাহ ফিলিপাইনে টিকটিকি ধরার উন্মাদনা নিয়ে ১০টি কাহিনী পোস্ট করেছে। | Tokek Sabah lägger upp 10 texter om den galna geckojakten i Filippinerna. |