# | ben | swe |
---|
1 | ইরান: সামরিক বাহিনীর অস্ত্রভাণ্ডারে এক প্রাণঘাতী বিস্ফোরণে পর এক অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে | |
2 | ইরানের রাজধানী তেহরানের কাছে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। | Iran: Osäkerhet efter dödlig explosion vid vapendepå |
3 | ১২ নভেম্বর, ২০১১-এর এই বিস্ফোরণের ঘটনায় ইরানের রেভেল্যুশনারী গার্ডের এক উচ্চপদস্থ কর্মকর্তা সহ ১৭ জন সেনা নিহত হয়েছে। | |
4 | সরকারি কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত সংবাদ সুত্রানুসারে রেভেল্যুশনারী গার্ডদের এক অস্ত্রভাণ্ডার থেকে অস্ত্র সরানোর সময় এই বিস্ফোরণ ঘটে। | En enorm explosion den 12:e november, 2011, på en militärbas nära Irans huvudstad Teheran dödade åtminstone 17 soldater, bland annat en högt uppsatt tjänsteman inom det Revolutionära gardet. |
5 | বিস্ফোরণে এর আশেপাশের ভবনের জানালার কাঁচ ভেঙ্গে পড়ে এবং তেহরান থেকে এর আওয়াজ শোনা যায়, যা উক্ত এলাকা থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দুরে অবস্থিত। | Enligt officiella källor inträffade explosionen när vapen flyttades inom en av gardets vapendepåer. Närliggande byggnaders fönster krossades och explosionen hördes i Teheran, 40 kilometer bort. |
6 | ছবি টাকসেডা ১৩৮৫. ব্লগস্পট. | Foto taget av takseda1385.blogspot.com |
7 | কমের। ইরানের পরমাণবিক কর্মসূচির কারণে, ইরান এবং ইজরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে অনেক ব্লগার এই বিস্ফোরণের ঘটনায় তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করেছে। | Flera iranska bloggare reagerade på explosionen mitt i den ökande spänningen mellan Iran och Israel angående Israels kärnvapenprogram. |
8 | না আরাম লিখেছে [ফার্সী ভাষায়], এই বিস্ফোরণে তেহরানের বেশ কিছু ভবন কেঁপে ওঠে। | Na Aram skriver [fa] att explosionen fick flera byggnader i Teheran att skälva. |
9 | তাহরিয়েরেহ খামোশ এই বিস্ফোরণের একটি ছবি প্রকাশ করেছে এবং লিখেছে [ফার্সী ভাষায়]: | Tahririeh Khamoush publicerade ett foto av explosionen och skriver [fa]: |
10 | একই সময় তিনটি ভিন্ন ভিন্ন সামরিক ঘাঁটিতে এই বিস্ফোরণ ঘটে, কিন্তু রেভুলুশনারী গার্ড বাহিনী বলতে চাইছে যে কেবল একটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। ভুলে যাবেন না যে মালারাড [ যে এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে] হচ্ছে শাবাব ৩ নামক ক্ষেপণাস্ত্রের এক অস্ত্রভাণ্ডার। | Explosionen hände samtidigt på tre olika militärbaser, men det Revolutionära gardet vill säga att det var en enstaka explosion… glöm inte bort att Malarad [där officiella rapporter hävdar att explosionen skedde är en depå för Shahab 3-missiler. |
11 | তা আজাদি লিখেছে [ ফার্সী ভাষায়]: | Ta Azadi skriver [fa]: |
12 | এমন কি যুদ্ধ শুরু হবার আগে আমার সেনাদের জীবন হারাতে দেখলাম। | Vi har förlorat liv innan ett krig ens har startat. |
13 | শত্রুদের মাঝে আতঙ্ক ছড়ানোর বদলে আমাদের সেনারা [ রেভেল্যুশনারী গার্ড] নিজ দেশের জনতার মাঝে আতঙ্ক তৈরি করছে। | Istället för att skrämma fienden har de [Det revolutionära gardet] gett vårat folk panik. |
14 | আমি উদ্বিগ্ন, যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে আমরা এই সমস্ত সেনাদের নিয়ে কি করব, যারা এত সহজে তাদের জীবন হারাচ্ছে? | Jag är rädd för att om ett krig utbryter, vad gör vi med detta människorna som så enkelt förlorade sina liv? |
15 | …… আর কেউ এর দায়িত্ব গ্রহণ করতে রাজি না। | … och ingen tar ansvar. |
16 | হারফাই আজ তাহে ডেল বলছে [ ফার্সী ভাষায়]: | Harfayi az tahe del säger [fa]: |
17 | আজকের বিস্ফোরণ খুব সন্দেহজনক এক বিষয় আর ইসলামিক প্রজাতন্ত্রের কর্তাব্যক্তিরা সঠিক কোন তথ্য প্রদান করছে না। | Dagens explosioner är väldigt misstänkta och den islamiska republiken informerar oss inte på passande sätt. |
18 | একই সাথে তিনটি স্থানে বিস্ফোরণ ঘটেছে এবং কল্পনা করা কঠিন যে এটা স্রেফ একটা দুর্ঘটনা। | Det var tre explosioner och det är väldigt svårt att föreställa sig att de skulle ha inträffat av misstag. |
19 | মোলা হাসানি লিখেছে [ফার্সী ভাষায়]: | Mola Hassani skriver [fa]: |
20 | যারা নিজেদের অস্ত্রভাণ্ডার রক্ষা করতে পারে না, শত্রুর হামলার সময় তার কি ভাবে পারমাণবিক স্থাপনা রক্ষা করবে? | De som inte kan skydda sin egen vapendepå, hur skulle de kunna skydda kärntekniska anläggningar från attacker? |