Sentence alignment for gv-ben-20140712-44045.xml (html) - gv-swe-20140711-5238.xml (html)

#benswe
1হংকং-এ ৫০০'রও বেশি মানুষ কেন অবস্থান করে গ্রেপ্তার হতে উৎসুকVarför 500 människor medvetet tog risken att arresteras under en sittprotest i Hong Kong
2২রা জুলাইয়ের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ গ্রেপ্তার করার অপেক্ষায় চেটার রোডের প্রতিবাদী মানুষেরা।Demonstranter från Chater Road väntade på att bli arresterade av polisen under en fredlig sittdemonstration den 2 juli.
3ইনমিডিয়াএইচকে.Foto från inmediahk.net.
4নেট (inmediahk.net) থেকে প্রাপ্ত ফটো।Icke-kommersiellt bruk.
5অবাণিজ্যিক ব্যবহারের জন্য।[Samtliga länkar leder till engelskspråkiga sidor, om inte annat anges.]
6গত সপ্তাহে ইঞ্জিনিয়ার আহ টো হংকং-এর কেন্দ্রে শান্তিপূর্ণ অবস্থানে যোগদান করেছিলেন এই দাবি জানিয়ে যে চীন যেন তাদের শহরের নেতা মনোনয়ন করার অধিকার দেয়। তার পূর্বে কোন অপরাধমূলক ইতিহাস না থাকলেও তখন তিনি জানতেন যে তার গ্রেপ্তার হওয়ার ঝুঁকি রয়েছে।När Ah To, en ingenjör utan straffregister, gick med i en fredlig sittdemonstration i centrala Hong Kong i förra veckan, med kravet att Kina ska låta folket välja stadens ledare, visste han att han tog risken att bli arresterad.
7তিনি নিজেকে জিজ্ঞাসা ও করেছিলেন যে এমন একটা প্রতিবাদ যেটা প্রমাণ মাপেরও নয়, আর ভবিষ্যতের একটা বৃহত্তর প্রতিবাদের মহড়া মাত্র, সেটার জন্য একটা ভাল চাকরি আর নিজের ভবিষ্যতকে ঝুঁকির মধ্যে ফেলা ঠিক হচ্ছে কিনা।Han ställde sig själv frågan om det var värt att riskera ett bra jobb och hela sin framtid för någonting som egentligen inte ens var en fullfjädrad protest, utan egentligen ett genrep inför en större, planerad demonstration.
8তখনি তিনি পিছনে একটি মেয়েকে ফোনে জোরে কথা বলতে শুনছিলেন।Då hörde han en tjej bakom prata högt på sin mobil.
9এরপর যেটা হয়েছিল সেটার বিবরণ তিনি ফেসবুকের একটা পোস্টে দিয়েছেন যা তার অনুমতি নিয়ে নাগরিক মাধ্যম মঞ্চ ইনমিডিয়াএইচকে.Senare beskrev han händelseförloppet på Facebook, i ett inlägg som återpublicerats på nätmedborgarplattformen inmediahk.net med hans tillstånd:
10নেট (inmediahk.net)-এ পুনর্মুদ্রিত হয়েছে: “আমি এটা আমার জন্য করছি না, আমার মজা হচ্ছে না, আমি এটা হংকং-এর জন্য করছি!!”“Jag gör inte det här för min egen skull, det är inget nöje, jag gör det för Hong Kong!!”
11এরপর সে ফোনটা কেটে দিয়েছিল।Sedan avslutade hon samtalet.
12আমার চারদিকের মানুষের চোখে জল ছিল, আসলে আমার চোখেও জল ছিল।Människor omkring hade tårar i ögonen, jag hade faktiskt också tårar i ögonen.
13আমি গ্রেপ্তার হবো বা আমার বিরুদ্ধে রাজনৈতিক মামলা করা হবে সেটা আমার সবচেয়ে বড় ভয় নয়, আমার ভয় হল আমার পরিবার আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে।Vad jag är mest rädd för är inte att bli arresterad eller förföljd på politiska grunder, utan för att min familj ska behöva oroa sig för mig.
14২রা জুলাইয়ের ভোরে সেই অবস্থানের দরুন আহ টো সহ পাঁচশ এগারো জন মানুষ গ্রেপ্তার হয়েছিলেন।Femhundraelva människor arresterades vid sittprotesten under de tidiga morgontimmarna den 2 juli, inklusive Ah To.
15উনি বলেছেন যে ওনাকে বেআইনি জমায়েতে অংশগ্রহণ এবং সার্বজনীন স্থানে বাধা সৃষ্টি করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল।Han berättar att han arresterades för att ha deltagit i en olovlig folksamling och för att ha blockerat en offentlig plats.
16এই অবস্থানের ঠিক আগে, ১লা জুলাই, প্রাক্তন ব্রিটিশ কলোনি হংকং-এর ১৯৯৭ সালে চীনের কাছে হস্তান্তরিত হওয়ার বার্ষিকীতে পাঁচ লক্ষ হংকংবাসী মিছিলে সামিল হয়েছিলেন ।Sittdemonstrationen organiserades efter ett möte med en halv miljon Hong Kong-bor den 1 juli, årsdagen för överlämnandet av den före detta brittiska kolonin Hong Kong till Kina år 1997.
17চীন হংকং কে কথা দিয়েছিল যে ২০১৭ সালে পরবর্তী মুখ্য আধিকারিককে কমিটি দ্বারা নির্বাচন করার পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে, কিন্তু এখনো চীন জোর দিচ্ছে যে একটা কমিটি প্রার্থীদের মনোনয়ন করবে।Kina har lovat Hong Kong-borna fria, direkta val av nästa chefsminister år 2017, istället för att chefsministern som nu väljs av en kommitté, men insisterar fortfarande på att en kommitté först godkänner kandidaterna. Gruppen Occupy Central with Love and Peace [ung.
18হংকং সরকার পূর্ব-নির্বাচিত প্রার্থী মুক্ত রাজনৈতিক সংস্কার প্রস্তাব পেশ করতে ব্যর্থ হলে, শান্তিপূর্ণ ভাবে শহরের কেন্দ্রীয় জেলা দখল করার পরিকল্পনাকারী শান্তি আর ভালবাসার সঙ্গে সেন্ট্রাল দখল দলের এই অবস্থানকে তাদের বৃহত্তর প্রতিবাদ পরিকল্পনার মহড়া হিসাবে দেখছে।“ockupera Central i en anda av kärlek och fred”], som planerar att på fredlig väg ta över stadens affärsdistrikt Central om Hong Kongs lokalregering inte lyckas presentera ett förslag för politisk reform som inte inkluderar förval av kandidater, ser på sittdemonstrationen som en repetition inför en mycket större, planerad ockupation.
19যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের সকলকে মুক্তি দেওয়া হয়েছে এবং কিছু ব্যক্তি জামিনে ছাড়া পেয়েছেন যারা পরবর্তী মামলার জন্য অপেক্ষা করছেন।Alla de som arresterades har släppts, en del mot borgen i väntan på åtal.
20গত কয়েক দিনে আহ টো-র মত বেশ কিছু মানুষ ফেসবুকে তাদের ব্যক্তিগত কাহিনী জানিয়েছেন।Många har delat sina personliga berättelser på Facebook under de senaste dagarna, liksom Ah To.
21তিনি তার জীবন্ত ভাষ্যে তার চারধারে যারা ছিলেন তাদের বর্ণনা দিয়েছেন।Han ger en målande beskrivning av de människor som satt omkring honom.
22তার বাঁ পাশে ছিলেন একজন ১ বছরের শিশুর পিতা যিনি বলেছিলেন, “আমি আমার ছেলের জন্য এখানে এসেছি।”På hans vänstra sida satt en pappa till en ettårig son som sa: “Jag är här för min sons skull”.
23ওনার ডান পাশে ছিলেন পঞ্চাশ বছর বয়সের এক ব্যক্তি যিনি জানিয়েছিলেন যে উনি এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য চীনের শেনঝেন থেকে হংকং-এ এসেছেন।Till höger satt en 50-årig man som berättade att han rest till Hong Kong från Shenzhen, Kina, för att ge sitt stöd till demonstrationen.
24আহ জোর দিয়ে জানিয়েছেন যে সমাজের সব শ্রেণীর মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন:Ah To betonar att demonstranterna representerade en mängd olika samhällsgrupper:
25আমি যেটা বলতে চাইছি সেটা হল গ্রেপ্তার হওয়া বহু মানুষই গোঁড়া সক্রিয়তাবাদী নন।Vad jag främst vill säga är att många av de som arresterades inte är entusiastiska aktivister.
26দয়া করে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের দৈত্য বা পাগলের দলে ফেলবেন না, কিন্তু তারা বীরও নন।Brännmärk inte de arresterade som monster eller galningar, men de är inte hjältar heller.
27তারা আসলে হংকং-এর অত্যন্ত সাধারণ নাগরিক, ছাত্র বা অফিস কর্মী।De är helt enkelt vanliga Hong Kong-bor, studenter och kontorsarbetare.
28গ্রেপ্তার করা হলে তাদের অফিসে কল করে অসুস্থতার জন্য ছুটি নিতে হয়েছে।De måste ringa jobbet och sjukskriva sig efter att de arresterats.
29আর তাঁরা চিন্তায় আছেন যে যখন তাদের মুখগুলো টিভি-তে দেখানো হবে তখন তাদের মনিবরা তাদের বরখাস্ত করার অজুহাত পেয়ে যাবেন।Och de oroar sig för att deras chefer kommer att ge dem sparken efter att deras ansikten visats på TV.
30কিন্তু আমি এটাও বলতে চাই যে সামাজিক আন্দোলন আমাদের নাগালের বাইরের কোন জিনিষ নয়।Men jag vill också säga att en social rörelse inte är någonting som är utom räckhåll.
31সেটার জন্য যেটা চাই সেটা হল হৃদয়।Det du behöver är ett hjärta.
32কোনও মহড়া, কোনও প্রস্তুতির প্রয়োজন নেই।Det behövs ingen repetition, ingen förberedelse.
33আপনি অবস্থানে বসা মানেই আপনি একজন সক্রিয়তাবাদী।När du sätter dig ner blir du aktivist.
34সাইকেডেলিক নোমাড নামের একটা স্বাধীন শিল্পকলা গোষ্ঠী সেন্ট্রাল দখলের ওপর একটা ১৫ মিনিটের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র বানিয়েছে এবং হংকং-এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে মতামত জানার জন্য বেশ কয়েক জন প্রতিবাদী মানুষের সাক্ষাৎকার নিয়েছে।Den oberoende konstnärsgruppen Psychedelic Nomads har gjort en kortfilm på 15 minuter om Occupy Central-övningen där de intervjuar ett antal deltagare som kommenterar den rådande situationen i Hong Kong.
35যদিও বেইজিং ভক্ত রাজনীতিবিদ এবং সমর্থকরা বলে চলেছেন যে মনোনয়ন ক্ষমতা একটা মনোনয়ন কমিটিতে সীমাবদ্ধ রাখার চীনের যে সিদ্ধান্ত সেটা সেন্ট্রাল দখল বদলাতে পারবে না, তবুও আহ টো এবং তার প্রজন্ম এত সহজে হাল ছাড়বেন না।Även om politiker och andra som stödjer Beijings linje även fortsatt hävdar att Occupy Central inte kommer att ändra Kinas beslut att vika rätten att nominera kandidater till en kommitté, kommer inte heller Ah To och hans generation att ge upp så lätt.