# | ben | swe |
---|
1 | লিবিয়া: গাদ্দাফির ডান হাত আব্দেসসালেম জালুদের ইতালিতে পলায়ন | Libyen: Gaddafis högra hand Abdessalem Jalloud flyr till Italien |
2 | এ পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ লিবিয়া জাগরণ ২০১১-এর অংশ | Det här är en artikel från vår specialbevakning av Revolten i Libyen 2011. |
3 | লিবিয়ায় বিপ্লবীদের একের পর এক শহর দখলের খবর বিশ্বজুড়ে শান্তি বয়ে এনেছে। | Nyheter från Libyen regnar över världen i takt med att stad efter stad tas av rebellerna. |
4 | বড় খবরটি ছিল লিবিয়ার প্রাক্তন দ্বিতীয় ব্যক্তি আব্দেসসালেম জালুদ মাল্টার একটি বিমানে চড়ে তিউনিসিয়া হয়ে ইতালির উদ্দেশে দেশত্যাগ করেছেন। | En stor nyhet var att Abdessalem Jalloud, Libyens förre number two lämnade landet och åkte till Italien på ett maltesiskt plan via Tunisien. |
5 | তিউনিসিয়ার একজন জেষ্ঠ্য সরকারি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। | Detta bekräftas av en högt uppsatt tjänsteman i den tunisiska regeringen. |
6 | জালুদের দেশত্যাগের ঘটনাকে অনেকে গাদ্দাফি শাসনামলের শেষ চিহ্ন বলে দেখছেন। | Många ser Jallouds avhopp som ett gått tecken som förebådar slutet för Gaddafi. |
7 | যদিও সামাজিক প্রচার মাধ্যমগুলোতে অনেকে একথা বলতে ভোলেন নি যে জালুদ তার শাসনামলের একজন অপরাধী এবং তাকে বিচারের মুখোমুখি করা উচিত। | |
8 | অনেকে আবার জালুদের আনুগত্য ত্যাগকে অভিনন্দন জানান এবং বলেন যে জালুদ এর আগে গাদ্দাফির বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। | Många har dock inte glömt bort att förmedla via sociala medier att Jalloud fortfarande är en av den libyska regimens brottslingar och borde ställas inför rätta. |
9 | টুইটারের কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল। তিউনিসে লিবিয়রা ‘শেষের শুরু' উদযাপন করছে। | Ett fåtal har välkomnat hans avhopp och sagt att han tidigare försökt opponera sig mot Gaddafi. |
10 | ছবি- ঘাইয়ার খালেদ, স্বত্ব ডেমোটিক্স (২২/০৮/২০১১) | Här kommer fler Twitter-konversationer: |
11 | ফিলিস্তিনীয় টুইটার ব্যবহারকারী নুর (@নুরজ৪৮) লিখেন: | Den palestinska Twitter-användaren Nour (@nourj48) skrev: |
12 | @নুরজ৪৮:সত্যি# জালুদ? | @nourj48: Verkligen, #Jalloud? |
13 | এখন # গাদ্দাফি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? | Nu har #Gaddafi förrått folket? |
14 | গত ৪২ বছর ধরে জনগণের প্রতি বিশ্বস্ততা আপনার কোথায় ছিল? | Var var din lojalitet till folket de senaste 42 åren? |
15 | জাহান্নামে যাও। | Dra åt helvete. |
16 | আসমা মাজারিয়াফ (@লিবিয়ানবেন্টব্লাদি) সন্দেহ প্রকাশ করেন যে ইতালি থেকে জালুদ গাদ্দাফির পক্ষে কাজ করবেন: | Asma Magariaf (@LibyanBentBladi) föreslog att Jalloud kanske arbetar för Gaddafi från Italien: |
17 | @লিবিয়ানবেন্টব্লাদি: আনুগত্য ত্যাগের ২৪ ঘণ্টারও কম সময় পর জালুদ এরই মধ্যে লিবিয়ার বাইরে। | @LibyanBentBladi: Mindre än 24 timmar efter avhoppet, Jalloud är redan ute ur Libyen. |
18 | এখানে থাকা কি তার জন্য অনিরাপদ ছিল? | Är det inte säkert för honom att vara kvar? |
19 | বাইরে থেকে কার্যক্রম পরিচালনার জন্য তিনি কি খুবই গুরুত্বপূর্ণ? | Är han mer värdefull när han gör sitt jobb utifrån? |
20 | ফাদওয়া এল-গালাল(@ দোউউ) জালুদ ও লিবিয়ার জাতীয় ক্রান্তিকালীন কাউন্সিলের মধ্যে একটা তুলনা করেছেন: | Fadwa El-Gallal (@Douuu) jamförde Jalloud och Libyens nationella övergångsråd (NTC): |
21 | @দোউউ: ১৯৮৭ সালে জালুদ গাদ্দাফির আনুগত্য ত্যাগ করেছে যেখানে এনটিসির অনেক সদস্যই এ বছর আনুগত্য ত্যাগ করেছে। তারা যদি বীর হতে পারে তবে আমি মনে করি সেও একজন বীর! | Jalloud hoppade av från Gaddafis regim 1987 medan många från NTC hoppade av i år, om de är hjältar så är han också det! |
22 | টুইটার ব্যবহারকারী হ্যানকার (@হ্যান্কারটন) মনে করেন জালুদ আনুগত্য ত্যাগ বড্ড দেরিতে করেছেন: | Twitter-användaren Hancker (@hankerton) tyckte att det var för sent för Jalloud att hoppa av: |
23 | @হ্যান্কারটন: #জালুদ একটু দেরি করে ফেলেছেন এখন কি এটা ‘আমাদের' বিপ্লব?! | @hankerton: Lite sent för #jalloud nu när det är “vår” revolution?! |
24 | আপনি এখন অপ্রয়োজনীয়। | Du är värdelös nu. |
25 | আপনাকেও বিচারের সম্মুখীন হতে হবে। | Du kommer också att ställas inför rätta. |
26 | মায়মুনা আগলিউ (@এফকুকরুনা) জালুদের বিষয়ে একাধিক টুইট করেন এবং তথ্য দেন: | Maimuna Aghliw (@fcukruna) tweetade flera gånger om Jalloud och gav information om honom: |
27 | @এফকুকরুনা: আসলে কয়েক বছর ধরে জালুদ গৃহবন্দী ছিলেন। | @fcukruna: Jalloud har faktiskt suttit i husarrest ett antal år |
28 | আল-জাজিরার সঙ্গে জালুদের সাক্ষাতকার এবং তার দৃষ্টিভঙ্গীর বিষয়ে অন্যান্য টুইটার ব্যবহারকারীরা মন্তব্য করেন: | Andra Twitter-användare kommenterade Jallouds intervju till Al-Jazeera och hans attityd: |
29 | @লিবিয়া_হোর্রা: হায় ঈশ্বর আপনারা কি দেখেছেন #জালুদ কি করলো.. সে যা বলতে চেয়েছিল তা বলার পর মাইক বন্ধ করে দিল, গাধা সবসময় গাধাই থাকে | @libya_Horra: omg såg ni vad #jalloud just gjorde.. slog bara av micken efter att han sagt det han ville säga, en gång ett svin alltid ett svin. |
30 | লিবিয়া ৭ ওররা (@লিবিয়া_হোর্রা) সাক্ষাতকার বিষয়ে অন্য একটি মন্তব্য করেন: | Libya 7orra (@libya_Horra) kommenterade också intervjun: |
31 | @লিবিয়া_হোর্রা: জালুদ বলেছেন পুরো ত্রিপোলীর এক হওয়া উচিত, ভালো তাহলে আপনি পালালেন কেন আপনার উচিত ছিল ত্রিপোলীতে থেকে লড়াই চালিয়ে যাওয়া। | Jalloud säger att hela Tripoli borde gå ut tillsammans, men va fan stack du för då.. du skulle ha stannit i tripoli och slagits |
32 | মুহাম মার্ক সুগিয়োনো (@লোকালটারমিন) জালুদের বিষয়ে সরস মন্তব্য টুইট করেছেন: | Muham Marc Sugiono (@Lokaltermin) skrev en sarkastisk tweet om Jalloud: |
33 | @লোকালটারমিন: লিবিয়াতে রাজনৈতিক জীবন শুরু করতে চাইলে পাগলাটে হওয়ার চেষ্টা করুন। | @Lokaltermin: Om du vill starta en politisk karriär i Libyen försök vara excentrisk. |
34 | আমাদের পরবর্তী রাষ্ট্রপতির গোলাপী টুটু পরিধান করা উচিত আর নাচের সময় চীৎকার করা উচিত। | Näste president borde ha en rosa ballerinakjol och dansa när han skriker |
35 | হেনরি স্মিথ (@টিএইচ_স্মিথ) জালুদের আনুগত্য ত্যাগের বিষয়টিকে লিবীয় বিপ্লবের মূল বলে মনে করেন: | Henry Smith (@TH_Smith) ifrågasatte Jallouds avhopp som nyckeln till den libyska revolten: |
36 | @টিএইচ_স্মিথ: জালুদের আনুগত্য ত্যাগের বিষয়টি উপরে বলা হয়েছে। | @TH_Smith: Vikten av Jallouds avhopp överdriven. |
37 | দমনকারী শক্তির আনুগত্য ত্যাগই হল মূল চাবিকাঠি। | Avhopp inom de väpnade styrkorna är nyckeln. |
38 | আলা (@ইকাই) নামের আরেকজন টুইটার ব্যবহারকারীও জালুদের স্বপক্ষ ত্যাগের বিষয়টিকে ইতিবাচক ইংগিত বলে মনে করেন এবং এটা অন্য একটা পর্যায়ে নিয়ে যাবে বলে মনে করেন: | En annan Twitter-användare, Alaa, (@ehkayy) tog också avhoppet som något positivt och tog det till en ny nivå: |
39 | @ইকাই:যে যাই মনে করুক আমার মতে সে আন্তরিক অনেকদিন ধরে সে নিষ্ক্রিয় ছিল এবং অনেকদিন ধরেই সে বলতে চেয়েছিল। | @ehkayy: Oavsett vad andra tror så tror jag att han är ärlig och att det här är något han velat säga länge. |