# | ben | swe |
---|
1 | নারীদের পাহারাদারীর ব্যবস্থা করে কি ভারতে ধর্ষণ বন্ধ করা যাবে? | Behövs ett kvinnlig medborgargarde för att stoppa våldtäkterna i Indien? |
2 | ভারতের মুম্বাইয়ে এবার গণধর্ষণের শিকার হলেন এক ফটোসাংবাদিক। | [Samtliga länkar går till engelskspråkiga webbplatser, om inte annat anges.] |
3 | গত ২২ আগস্ট ২০১৩ তারিখে এ ঘটনা ঘটে। ২২ বছর বয়সী ওই ফটোসাংবাদিক একটি সাময়িকীতে শিক্ষানবীশ হিসেবে কাজ করতেন। | En 22-årig fotojournalist blev gruppvåldtagen i Mumbai (Bombay), Indien, den 22 augusti 2013, medan hon var på uppdrag för den tidning hon praktiserar på. |
4 | ধর্ষণের শিকার সাংবাদিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। | Den unga kvinnan skadades så pass svårt att hon fick opereras. |
5 | এখন তার অবস্থা স্থিতিশীল আছে। | Hon är nu på bättringsvägen. |
6 | অভিযুক্ত ৫ ধর্ষণকারীর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। | En enda man, av sammanlagt fem misstänkta, har hittills gripits. |
7 | ২০১২ সালের ডিসেম্বরে দিল্লির গণধর্ষণের [গ্লোবাল ভয়েসেস প্রতিবেদন দেখুন] মতো গতকালের ঘটনাও সারাদেশে ব্যাপক আলোড়ন তোলে। সবাই নতুন করে এর সমাধান খুঁজতে থাকে। | I likhet med Delhi-fallet, där en ung kvinna våldtogs av en grupp män på en buss (se Global Voices-rapporten) i december 2012, väckte även gårdagens händelse en rikstäckande känsla av vrede och upprördhet samt ett förnyat sökande på en lösning på detta omfattande problem. |
8 | কীভাবে এই ধরনের ধর্ষণ রোধ করা যায়, তা নিয়ে মূলধারা এবং সামাজিক মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়। | Diskussioner om hur man bör stoppa dessa våldtäkter pågår både i traditionella och sociala medier. |
9 | নেহা সাঁঘভি (@nehasanghvi) ক্ষোভের সাথে বলেছেন: | Neha Sanghvi (@nehasanghvi) är rasande: |
10 | মুম্বাই শহরে দিনে-দুপুরে একজন নারীর গণধর্ষণের ঘটনা শুনে খুবই দু:খ পেলাম! | Mår dåligt av att höra om den sjuka gruppvåldtäkten av en flicka i Mumbai (Bombay) även den här i fullt dagsljus. |
11 | এ কী লজ্জার কথা! | Ni borde skämmas! |
12 | অবিনাশ আয়ার (@IyerAvin) টুইট করেছেন: | Avinash Iyer (@IyerAvin) twittrar: |
13 | প্রাথমিক প্রতিবেদনে মনে হচ্ছে, মুম্বাই ধর্ষণ দিল্লির গণধর্ষণের ঘটনার মতোই। | Om man ska gå efter inledande uppgifter är Mumbai-våldtäkten så lik Nirbhaya-fallet. |
14 | মেয়েটি তার বন্ধু থেকে আলাদা হয়ে যায়, বন্ধু ছিল বেশি শক্তিশালী, মেয়েটি ধর্ষিত হয়! | |
15 | চিত্রনাট্যকার এবং ব্লগার কনস্ট্যান্ট রাম্বলার (@ajitjagtap) মনে করেন, দণ্ড না হওয়ার কারণেই এই ধরনের অপরাধ বেশি করে ঘটছে: | Tjej, kompis i isolerad situation, kompisen övermannades, tjejen våldtogs Manusförfattaren och bloggaren Constant Rambler (@ajitjagtap) menar att straffriheten är vad som inspirerar till fler brott: |
16 | মুম্বাইয়ে গণধর্ষণ। | Gruppvåldtäkt i mumbai (bombay). |
17 | ধর্ষকরা এমন কারো কাছ থেকে অনুপ্রাণিত হয়েছে, যারা এই ধরনের অপরাধ করেও শাস্তি পায়নি অথবা কৃতকর্মের জন্য গ্রেফতার হয়নি। | |
18 | রাবিয়া শেখ (@Rabiasheikh7) এ অবস্থা দেখে খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন: another gang rape..few more protests, nothing is going to change! | Våldtäktsmän känner sig inspirerade av dem som inte har straffats eller ens gripits för sina obscena handlingar. |
19 | India is not safe for women #Mumbai - Rabia sheikh (@Rabiasheikh7) August 23, 2013 | Rabia sheikh (@Rabiasheikh7) är pessimistisk när det gäller en lösning: |
20 | আরো একটি গণধর্ষণ… আরো কিছু প্রতিবাদ, কোনো কিছুতেই অবস্থার পরিবর্তন হচ্ছে না! | |
21 | ভারত নারীদের জন্য নিরাপদ দেশ নয়! #মুম্বাই | ännu en gruppvåldtäkt.. några fler protester, ingenting kommer att förändras! |
22 | কিন্তু এ ধরনের হতাশাকর অবস্থা কেন? | Indien är inte säkert för kvinnor |
23 | ক্যাথলিক অনলাইনের পরিসংখ্যান মতে, আগের বছরের তুলনায় ২০১২ সালে ভারতে নারী ধর্ষণ, যৌতুকের জন্য মৃত্যু, নিগৃহ, যৌন নিপীড়নসহ অন্যান্য নির্যাতনের হার ৬. | |
24 | ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। | Men varför denna frustration? |
25 | জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১২ সালে নারীর বিরুদ্ধে ভারতীয় পুলিশের কাছে ২৪৪,২৭০ অপরাধের অভিযোগ এসেছে। ২০১১ সালে এই সংখ্যা ছিল ২২৮,৬৫০টি। | Enligt Catholic Online har antalet polisanmälningar av våldtäkter, dödsfall i samband med hemgift, ofredande, sexuella trakasserier och andra brott mot kvinnor i Indien ökat med 6,4 procent under 2012 i jämförelse med föregående år. |
26 | দ্য আটলান্টিক সাময়িকী ভারতের ধর্ষণ সমস্যা নিয়ে “ব্যাড এনাফ টু জাম্প আউট অব অ্যা উইন্ডে” শিরোনামে একটা প্রতিবেদন প্রকাশ করে। | Statistiken visade att 244 270 brott mot kvinnor anmäldes till den indiska polisen under 2012 jämfört med 228 650 anmälningar under 2011, enligt Indiens nationella brottsregister. |
27 | ওই প্রতিবেদনে উঠে এসেছিল এক ব্রিটিশ পর্যটকের কথা যিনি হোটেল মালিকের যৌনকামনার হাত থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দিয়েছিলেন। ২০১৩ সালের মার্চ মাসে আগ্রায় এই ঘটনা ঘটেছিল। | Indiens våldtäktsproblem har definierats ironiskt som “illa nog för att hoppa ut genom fönstret” av Atlantic Magazine med hänvisning till fallet där en brittisk kvinnlig turist, i mars 2013, hoppade ut genom ett fönster för att komma undan de oönskade närmanden från ägaren till hotellet som hon bodde på. |
28 | বিশাল ভীরু সমস্যার অনুসন্ধান করেছেন: | Vishal Bheeroo beskriver problemet på följande sätt: |
29 | মূল সমস্যা হলো, মেয়েদের সুরক্ষার জন্য কার্যকরী কোনো আইন নেই। সংসদের যৌন সুড়সুড়ি পূর্ণ মন্তব্যও খুবই লজ্জাজনক। | Det största problemet är bristen på effektiva lagar för att skydda kvinnor och de sexistiska kommentarerna i parlamentet är en riktig skam. |
30 | দিল্লির গণধর্ষণের সময়ে বিচারপতি ভার্মার প্রতিবেদন পেশ করা হয় [যদিও এটা সমালোচনামুক্ত ছিল না]। | |
31 | এবং কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি নিয়ে বিল আইনে পরিণত করা হয়। তারপরও নারীর বিরুদ্ধে অপরাধের কোনো হেরফের হয়নি। | Efter gruppvåldtäkten i Delhi har den så kallade Justice Verma-rapporten arbetats fram (inte helt utan kritik) och lagförslaget om sexuella trakasserier mot kvinnor på arbetsplatsen har gjorts till en lag. |
32 | আগে যা ছিল, এখন তাই আছে। | Ändå kvarstår våld mot kvinnor i Indien idag. |
33 | নারী অধিকার সংগঠনের প্রতিনিধি, মানবাধিকার সংগঠন এবং অ্যাক্টিভিস্টরা বর্তমান আইনে নারী সুরক্ষায় যেসব বিষয় বাদ পড়েছে তা নিয়ে আগেই সতর্ক করে দিয়েছিল। | Företrädare för kvinnogrupper, demokrati- och mänskliga rättighetsgrupper och aktivister är oroliga för mer omfattande underlåtenheter i det nuvarande rättsliga skyddet för kvinnor som kan lämna dem ännu mer utsatta än de redan är. |
34 | আর এজন্য তারা এখন যে অবস্থায় আছে তার চেয়ে বেশি ঝুঁকির মধ্যে গিয়ে পড়তে পারে। | Så vad är det bästa sättet att motarbeta vad som verkar vara kontinuerliga våldtäktsfall i Indien? |
35 | ভারতে নারী ধর্ষণ চলমান থাকার পিছনে এটাই কি সবচে' যুক্তিযুক্ত কারণ? | För många är det tydligt att våldtäkt är ett problem i Indien, men förslagen på en lösning har varierat. |
36 | আরো অনেক সমস্যার সাথে ধর্ষণ ভারতের জন্য একটি বড় সমস্যা। কিন্তু এর প্রতিক্রিয়া বিচিত্র ধরনের হয়। | Man har lanserat kampanjer för att beväpna kvinnor med chilipeppar och knivar, träning i genusmedvetenhet och förändrade lagar. |
37 | এখানে আত্মরক্ষার জন্য মেয়েদের গুঁড়া মরিচ এবং ছুরি রাখা, জেন্ডার সেনসিভিটি ট্রেনিং এবং আইনের পরিবর্তন বিষয়ে প্রচারণা চালানো হয়। | Medlemmarna av Red Brigade (“röda brigaden”) från en liten by i Lucknow [sv], huvudstad i delstaten Uttar Pradesh, har bestämt sig för att ta saken i egna händer genom att vidta direkta åtgärder mot sexuella trakasserier. |
38 | উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌর একটি ছোট্ট গ্রামের দ্য রেড ব্রিজের সদস্যরা যৌন নিপীড়ন রোধ করার সুরাহার বিষয়টি নিজেদের হাতেই তুলে নিয়েছে। | |
39 | ২০১০ সালে ২৫ বছর বয়সী স্কুল শিক্ষক উষা বিশ্বকর্মা দ্য রেড ব্রিজ প্রতিষ্ঠা করেন। গুলাবি গ্যাং প্রতিষ্ঠার চার বছর পরে এটা প্রতিষ্ঠিত হয়েছে। | Ledaren för the Red Brigade är den 25-åriga läraren Usha Vishwakarma, som började verksamheten under 2010, cirka fyra år efter att Gulabi Gang (“gulabigänget”) påbörjade sin verksamhet. |
40 | নিজেরাই মাঠে নেমে পড়েছে। গুলাবি গ্যাং। | Båda grupperna består av kvinnor som huvudsakligen kämpar mot kvinnomisshandel och våld i hemmet. |
41 | ছবি নেয়া হয়েছে লেসালে'র ফ্লিকার অ্যাকাউন্ট থেকে। সিসি বিওয়াই - এনসি - এসএ ২. | Gulabi Gang bekämpar även barnäktenskap, motarbetar korruption och försvarar rättigheterna för daliter [sv] (översättarens anmärkning). |
42 | ০ ২০১০ সালে গুলাবি গ্যাং নিয়ে পিঙ্ক শাড়ি নামে একটি সিনেমা বানানো হয়েছিল। | Gulabi Gang var föremål för filmen Pink Sari's, som kom ut 2010. |
43 | তবে রেড ব্রিজ তুলনামূলকভাবে কম বয়সী নারীদের একটি সংগঠন। এখানকার সদস্যদের বেশিরভাগের বয়স ১১ থেকে ২৫ বছর। | Hursomhelst, så är Red Brigade en yngre version i jämförelse med Gulabi Gang och består av flickor i åldrarna 11 till 25 år. |
44 | গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রেড ব্রিজের সদস্যরা পদক্ষেপ নেয়: | Brittiska dagstidningen Guardian skrev att medlemmarna av Red Brigade tar till följande åtgärder: |
45 | যারা হয়রানি করবে, তাদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিবে। | Direkt handling mot deras plågoandar. |
46 | আর স্থানীয় পুরুষরা যখন লাইনের বাইরে আসবে, তখন রেড ব্রিজের নারীরা তার কাছে যাবে। | Nuförtiden, när en man från byn inte håller sig till reglerna, kan han förvänta sig ett besök från gruppen. |
47 | রেড ব্রিজের নারীরা। | Red Brigade-tjejerna. |
48 | রেড ব্রিজ ব্লগের স্ক্রিনশট নেয়া হয়েছে। | Skärmdump från Red Brigade's Blogg |
49 | লাল এবং কালো সালোয়ার কামিজ পরা নারীদের বেশিরভাগই অতীতে সহিংসতার শিকার হয়েছিলেন। | Klädda i röda och svarta salwaar kameez (traditionell indisk klänning) har många av tjejerna tidigare fallit offer för våld. |
50 | তারা এখন মার্শাল আর্ট প্রশিক্ষণ নিচ্ছেন, প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। | Nu tar de lektioner i kampsporter och deltar i protester och demonstrationer. |
51 | যদি কোনো পুরুষ কোনো নারীকে হয়রানি করে, তবে তাকে তা বন্ধ করার নির্দেশ দেয়া হয়। | Om en man tas på bar gärning medan han trakasserar en kvinna så uppmanas han att sluta. |
52 | তবে তিনি সেটা বন্ধ না করলে, ঘটনা অনেকদূর পর্যন্ত গড়ায়। | Om han inte slutar så kan konsekvenserna eskalera, han kan straffas genom offentligt förlöjligande eller våld. |
53 | তাকে জনসম্মুখে এনে বিদ্রুপ করা হয়। | Våld har dock bara tillgripits vid ett tillfälle. |
54 | কখনো শাস্তিও দেয়া হয়। তারা একবারই শুধু এরকম শাস্তি দেয়। | På frågan var hennes mod kommer från svarade ledaren för gruppen, Usha Vishwakarma på följande sätt: |
55 | তাদের এই সাহস কোথা থেকে আসে এমন প্রশ্নের জবাবে দলের নেতা উষা বিশ্বকর্মা বলেন: | När du lider, får du mod. När du faller offer, får du mod. |
56 | আপনি যখন ভুক্তভোগী হবেন, তখন আপনার সাহস আসবে। আপনি যখন ঘটনার শিকার হবেন, আপনি সাহস পাবেন। | När de inte kämpar för sin sak, så fortsätter Red Brigade-medlemmarna deras utbildning för att göra karriär: |
57 | তারা শুধু নারী নির্যাতন প্রতিরোধে লড়াই করে যাচ্ছেন না, তারা পড়াশুনার মাধ্যমে তাদের ক্যারিয়ারও গড়ে নিচ্ছেন: | #NewsPositive från #ABPNews träffar tjejerna från Red Brigade i Lucknow som jobbar på att göra dem själva starkare. http://t.co/a2ppfNHz6e |
58 | এবিপিনিউজের ইতিবাচক খবর। লক্ষ্ণৌর রেড ব্রিজের মেয়েরা নিজেদের আরো শক্তিশালী করে গড়ে তুলছে। | Träffa Indiens Red Brigade i Lucknow, de skyddar kvinnor och flickor från våldtäktsmän!!! http://t.co/WogM9Cygyh |
59 | লক্ষ্ণৌর ভারতীয় রেড ব্রিজের মেয়েদের সাথে দেখা হলো। | Den 23 augusti samlades aktivister och journalister på Hutatama Chowk i södra Mumbai (Bombay) i en tyst protest. |
60 | তারা নারী এবং মেয়েদের ধর্ষকদের হাত থেকে রক্ষা করছে!!! | Oppositionspartierna tog upp frågan i riksdagen och olika organisationer höll demonstrationer i flera städer. |
61 | আগস্ট মাসের ২৩ তারিখে অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকরা দক্ষিণ মুম্বাইয়ের হুতাতামা চকে মৌন প্রতিবাদের জন্য জড়ো হয়েছিলেন। | |
62 | বিরোধী দল বিষয়টি সংসদে তোলে। | Vad de kanske saknar är mer proaktiva personer, såsom medborgargardister. |
63 | বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে র্যালির মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করে। | Uppdatering: Söndagen den 25 augusti 2013 grep polisen i Mumbai (Bombay) alla de fem män som var efterlysta i samband med gruppvåldtäkten av fotojournalisten. |
64 | সর্বশেষ: ২৫ আগস্ট ২০১৩, রবিবারে মুম্বাই পুলিশ ফটোসাংবাদিককে গণধর্ষণের সাথে যুক্ত পাঁচ অভিযুক্ত গ্রেফতার করে। | |
65 | অভিযুক্ত পাঁচজনের সবচে' বড়জনের বয়স ২৫ বছর। সবচে' কম ধর্ষকের বয়স মাত্র ১৬ বছর। | Den äldste av männen är 25 år gammal och den yngste av dem misstänks vara 16. |