Sentence alignment for gv-ben-20120910-30878.xml (html) - gv-swe-20120917-3504.xml (html)

#benswe
1বাহরাইন: আপীল আদালতে বিরোধী নেতাদের যাবজ্জীবন কারাদণ্ড বহালBahrain: Hovrätten vidhåller livstidsdomarna för oppositionsledare [Alla länkar går till engelskspråkiga sidor, om inte annat anges.]
2এই পোস্টটি আমাদের বাহরাইনের বিক্ষোভ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।Detta inlägg är del av vår specialbevakning Bahrainprotesterna 2011/12.
3আজ [৪ঠা সেপ্টেম্বর, ২০১২] বাহরাইনে আপীলের উচ্চ আদালত ২০জন বিরোধী ব্যক্তিত্বের বিরুদ্ধে শাসকগোষ্ঠী উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে কারাদণ্ড বহাল রেখেছে।Bahrains Hovrätt upprätthåller beslutet om fängelsedomar för 20 oppositionella, som anklagats för att konspiration med syfte att störta regimen [4 september 2012].
4আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তাদের “বিবেকের বন্দী” হিসেবে বর্ণনা করলেও বাহরাইনী কর্তৃপক্ষ এবং স্থানীয় গণমাধ্যম তাদেরকে ১৪ই ফেব্রুয়ারি, ২০১১ তারিখে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে ভূমিকার জন্যে “সন্ত্রাসী” বলছে।Medan internationella mänskliga rättighetsorganisationer beskriver dem som “samvetsfångar”, kallar Bahrains myndigheter och lokala media dem för “terrorister” på grund av deras deltagande i de protester mot regeringen som påbörjades i Bahrain den 14 februari 2011.
5তাদের আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে চপেটাঘাত করা হয়েছে; আর বাকিদের পাঁচ থেকে ১৫বছরের জেল দেয়া হয়েছেÅtta har fått livstids fängelse; resten fängelsestraff mellan 5 och 15 år.
6সমর্থকরা রায়টিকে প্রত্যাখ্যান করে এবং সরকার বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার শপথ নিয়ে বিচারটিকে একটি প্রহসন হিসেবে অভিহিত করেছে।Sympatisörer säger att rättegången var en skenrättegång, förkastar domen och lovar att fortsätta demonstrationerna mot regeringen.
7প্রাক্তন সংসদ সদস্য এবং বিরোধীদলীয় আল ওয়েফাক সমিতির (বাহরাইনে রাজনৈতিক দল গঠন নিষিদ্ধ) সদস্য আব্দুলজলিল খলিল টুইট করেছেন [আরবী ভাষায়]:Abduljalil Khalil, tidigare medlem av parlamentet och medlem av oppositionen Al Wefaq Society (det är förbjudet att bilda politiska partier i Bahrain), twittrar [ar]:
8@এজলিলখলিল: প্রমাণের অভাবে বাতিলকরণ আদালত একটি গোষ্ঠী গঠনের এবং শাসকগোষ্ঠী উৎখাতের অভিযোগ ছেড়ে দিয়েছে।@AJalilKhalil: Kassationsdomstolen upphävde anklagelserna om bildande av politiska partier och revolt mot regimen på grund av bristande bevis.
9আজ আপীলের উচ্চ আদালত সামরিক আদালতের রায়কে সমুন্নত রেখেছে।Idag försvarar Hovrätten militärdomstolens dom!
10আলা' শেহাবি বিচার অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করঞ্ছিলেন।Ala'a Shehabi försökte närvara på rättegången.
11তিনি টুইট করেছেন:Hon twittrar:
12@আলাশেহাবি: কোন পরিবারের কাউকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়া হয়নি এবং আদালত থেকে বের হয়ে আসা আইনজীবীরা বলছেন যে কিছু অভিযোগ অপ্রমাণিত হলেও কারাদণ্ড বহাল রয়েছে@alaashehabi: Igen av familjerna tilläts närvara och advokater kom ur rättsalen med påståenden att några anklagelser var hävda men fängelsestraff fastställda.
13তিনি আরো বলেছেন:Hon tillägger:
14@আলাশেহাবি: রায় সমুন্নত রাখা প্রমাণ করে যে সামরিক বিচার এবং এই তথাকথিত ‘বেসামরিক' বিচারের মধ্যে একেবারেই কোন পার্থক্য নেই।@alaashehabi: Fastställandet av straffen bevisar att det finns ingen skillnad mellan militär och “civil” rättvisa.
15একই মানসিকতা বিরাজমান #বাহরাইনSamma mentalitet råder #bahrain
16সবার আগে মানবাধিকার এর মানবাধিকার রক্ষাকর্মী কর্মসূচীর পরিচালক ব্রায়ান ডুলি প্রশ্ন করেছেন:Brian Dooley, chef för Human Rights Defenders Program (“Programmet för beskyddare av mänskliga rättigheter”) vid Human Rights First (“Mänskliga rättigheter först”) ställer frågan:
17@ডুলি_ডুলি: ‘… আপনি শান্তিপূর্ণ বিরোধী্দের একটি অংশকে জেলে রেখে বাস্তব সংলাপ চালাতে পারবেন না,' ২০১১ সালের মে মাসে #বাহরাইনে ওবামা বলেছিলেন।@dooley_dooley: “…man kan inte hålla en dialog medan delar av fredsoppositionen befinner sig i fängelse”, sa Obama #Bahrain i maj 2011.
18আজকে তিনি কী বলছেন?Vad säger han idag?
19আরেকটি টুইটে তিনি মন্তব্য করেছেন:Vidare twittrar han:
20@ডুলি_ডুলি: #বাহরাইনের ১৩টি নিশ্চিত সংস্কার প্রক্রিয়ার উপর রায় (স্রেফ) একটি ধাপ্পাবাজি।@dooley_dooley: Domen av 13 [av de anklagade] bekräftar att #Bahrains reformeringsprocess är en bluff.
21আন্তর্জাতিক সম্প্রদায় এখন কোথায়?Var är de internationella samfunden nu?
22সাবিকা আল শালমান শব্দ নিয়ে খেলেছেন [আরবী ভাষায়]:Sabeeka Al Shamlan använder sig av en ordlek:
23@সাবিকা _এ: ন্যায়বিচারের সঙ্গে রায় নাকি ন্যায়বিচারকে বিতাড়নের রায়?@Sabeeka_A: Regera rättvist eller regera orättvist?
24এবং সালমা বলেছেন [আরবী ভাষায়]:Och Salma säger:
25@সালমাবলেছেন: বাহরাইনে বুদ্ধির অভাব একটি বিপর্যয়কর পর্যায়ে রয়েছে@salmasays:Bristen på intellekt är katastrofal i Bahrain
26এদিকে জহুর দাবি করেছেন যে এমনকি বিচারক তার সিদ্ধান্ত উচ্চারণ করার আগেই বাহরাইন সংবাদ সংস্থা রায়টি ঘোষণা করেছে।Vidare påstår Zohoor att domen tillkännagavs av Bahrain News Agency redan innan domaren uttalade sitt beslut.
27তিনি টুইট করেছেন:Hon twittrar:
28@সৌদিআইএফ৩ : সবচেয়ে বড় প্রহসন হলো বিচারক রায় উচ্চারণ করার পূর্বেই বাহরাইন সংবাদ সংস্থা রায় ঘোষণা করেছে!@sudaif3: Största parodiutslagen meddelades av Bahrain News Agency innan domarens uttalande!
29#বাহ(রাইনের)রায়েরদিন #বাহ(রাইনের)নেতাদেরমুক্তকর#BhDecisionDay #FreeBhLeaders
30এবং মিশর থেকে তারেক শালাবি সংহতি প্রস্তাব করেছেন:Tarek Shalaby från Egypten bidrar med solidaritet:
31@তারেকশালাবি: সৌদি পরিবেষ্টিত নৃশংস, গোষ্ঠীতান্ত্রিক রাজতন্ত্রের ভুক্তভোগী #বাহরাইনে আমাদের ভাই ও বোনদের প্রতি সংহতি।@tarekshalaby: Solidaritet med våra bröder och systrar i #Bahrain som lider av den brutala, sekteristiska monarki som förbises av Saudi.
32জনগণের ক্ষমতা (চাই)।Makten åt folket.
33Detta inlägg är del av vår specialbevakning Bahrainprotesterna 2011/12.