Sentence alignment for gv-ben-20111006-20539.xml (html) - gv-swe-20111012-662.xml (html)

#benswe
1মায়ানমার: রাষ্ট্রপতি বাঁধ নির্মাণ প্রকল্প বাতিল করেছেMyanmar: Presidenten senarelägger dammbygge
2মায়ানমার সরকার দেশটির উত্তরে ইরাবতী নদীর উপর বিতর্কিত যে জলবিদ্যুৎ উৎপাদনের নিমিত্তে বাঁধ নির্মানের পরিকল্পনা করেছিল তা বাতিল করেছে।Det kontroversiella dammbygget på floden Ayeyarwaddy i norra Myanmar har stoppats av regeringen.
3রাষ্ট্রপতি থিয়েন সিয়েন সংসদের কাছে পাঠানো এক চিঠিতে তাদের জানাচ্ছেন যে জন স্বার্থে এ বাঁধ নির্মাণ প্রকল্প বাতিল ঘোষণা করা হল।President Thein Sein har skickat ett brev till parlamentet för att informera om att dammprojektet kommer att senareläggas för allmänhetens bästa.
4চীন মায়ানমারে যে সকল কাঠামোগত বিনিয়োগ করেছে, এই প্রকল্প তার মধ্যে অন্যতম।Projektet är en av Kinas investeringar i Myanmars infrastruktur.
5এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ চীনে রপ্তানী করার পরিকল্পনা করা হয়েছিল।Planen var att exportera elektricitet från detta kraftverk till Kina.
6গত মাসে, বিদ্যুৎ মন্ত্রী জাও মিন সাংবাদিকদের বলেছিলেন যে, এই বাঁধের ব্যাপারে কয়েকটি দলের আশঙ্কা বৃদ্ধি সত্ত্বেও সরকার এই প্রকল্প বাতিল করবে না।Förra månaden sade Energiminister Zaw Min inför reportrar att regeringen inte tänker stoppa projektet trots protester från vissa grupper.
7কিন্তু গত কয়েকমাস ধরে গণ মানুষের কিছু কার্যক্রম যেমন দরখাস্তে স্বাক্ষর করা, বাঁধ নির্মাণ বন্ধের ব্যাপারে সরকারে কাছে আবেদন জানানোর জন্য কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।Men protestaktiviteter hos allmänheten som namninsamlingar, workshops och föreläsningar som vädjar till regeringen att stoppa dammbygget har trappats upp de senaste veckorna.
8এমনকি এ ক্ষেত্রে জনতার সাথে কণ্ঠ মিলিয়েছিল প্রচার মাধ্যমসমূহ, যার মধ্যে কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিল, যারা রাষ্ট্রপতিকে এই বাঁধ নির্মাণের পরিকল্পনা বাদ দেওয়ার আহ্বান জানান।Även mediaorganisationer höll med allmänheten och lät kända personer be presidenten om att stoppa projektet.
9মায়ানমারের ইরাবতী নদী।Ayeyarwaddy-floden, Myanmar.
10ছবি ফ্লিকার-এর ডামিয়েনএইচআর-এর ফ্লিকার পাতা থেকে নেওয়া। সিসি লাইসেন্স এট্রিবিউশন-শেয়ারএলাইক২.Foto från DamienHRs Flickr-sida använd med CC-erkännandelicens Attribution-ShareAlike 2.0 Generic (CC BY-SA 2.0).
11০ জেনেরিক (সিসি বাই-এসএ ২. ০)-এর অধীনে তা ব্যবহার করা হয়েছে।Myanmars nätanvändare stöttade regeringens beslut.
12সরকার যে সিদ্ধান্ত নিয়েছে মায়ানমারের নেট নাগরিকরা তার প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে।HeinHlyan528 kommenterade på Eleven Media Groups hemsida, ett välkänt medieföretag i Myanmar:
13হেইনহেলইয়ান৫২৮, মায়ানমারের অন্যতম প্রচার মাধ্যম ইলেভেন মিডিয়া গ্রুপে মন্তব্য করেছে:Först av allt vill jag tacka Herr President för att ha senarelagt projektet.
14এই বাঁধ প্রকল্প বন্ধ করার জন্য সবার আগে আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই। যারা মায়ানমারের বিষয়ে আগ্রহী তারা জানবে যে, এখানে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন।Alla som är intresserade av frågor som rör Myanmar vet hur svårt det skulle vara att fatta ett sådant beslut.
15চীনের দীর্ঘ সময়ের বিদ্যুৎ- চাহিদার উপর প্রভাব পড়া, এবং ইতোমধ্যে চীনের সাথে স্বাক্ষরিত যে আইনী চুক্তি তা ভঙ্গ করার মত বাস্তবতা সত্বেও, যে চীনের দ্বারা এই দেশ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘে সুরক্ষিত, সে দেশের স্বার্থের বদলে দেশের জনতার চাওয়াকে পুরণ করার মত সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রপতি আপনাকে অন্তরিক ভাবে থেকে ধন্যবাদ জানাচ্ছি।Jag tackar Herr President av hela mitt hjärta för hans modiga beslut att uppfylla allmänhetens önskemål trots hur det påverkar det långsiktiga energibehovet i Kina, som skyddade Myanmar i FN:s säkerhetsråd, och de juridiska återverkningarna av att upphäva de redan underskrivna kontrakten.
16এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত।Det skulle vara en historisk gärning.
17মায়ানমারের একজন নাগরিক হিসেবে আমি জানতে আগ্রহী যে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীনের প্রতিক্রিয়া এই বিষয়ে কি হবে।Jag, som medborgare i Myanmar, skulle vilja veta hur vårt älskade Kina kommer att bemöta detta.
18আরেকজন মন্তব্যকারী বেবীমিলো, উল্লেখ করেছে:En annan kommentar kommer från babymilo:
19বন্ধ করা থেকে ধ্বংস করা পর্যন্ত, আমাদের একসাথে শোভাযাত্রা চালিয়ে যেতে থাকা উচিত।Från senareläggning till skrotning, vi måste fortsätta att kämpa tillsammans.
20ইলেভেন মিডিয়া জনতার প্রতিক্রিয়া একত্রিত করেছে।Eleven Media har samlat in allmänhetens reaktioner.
21মিয়িৎকিনার এক ৬০ বছরের বৃদ্ধা এই প্রকল্প বাতিল করার বিষয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে।En 60-årig kvinna från Myitkyina uttryckte sin lättnad över indragningen av projektet
22আসলেই কি সরকার এই প্রকল্প বাতিল করেছে?Har regeringen verkligen senarelagt det?
23এতে আমি দারুণ আনন্দিত।Jag blir så glad.
24এটা উল্লেখ করার প্রয়োজন নেই যে এই প্রকল্প নিয়ে আমি কতটা শঙ্কিত ছিলাম।Det behöver inte nämnas hur orolig jag har varit över det här projektet.
25কেবল আমি নয়, সারা শহর উদ্বিগ্ন ছিল।Inte bara jag utan hela staden, ja hela landet.
26এই বাঁধ এখানকার প্রকৃতিকে ধ্বংস করে দেব।Det [projektet] hade förstört naturen.
27সকলেই বিপদে পড়ব।Alla hade farit illa.
28এই সংবাদ শোনার পর আমি দারুণ আনন্দিত।Jag är så glad över dessa nyheter.
29এদিকে মায়ানমারের আরেকটি জনপ্রিয় সংবাদপত্র ভয়েস উইকলির ফেসবুকের পাতায় নাইয়োপিপল এই মন্তব্য পোস্ট করেছেSamtidigt gjorde NayOoPeople följande inlägg på Voice Weekly:s facebooksida, en annan populär tidskrift i Myanmar.
30দারুণ!!!!Toppen!!!!
31এটা হচ্ছে ডিএএসএসকে, বার্মার নাগরিক, আদিবাসী জনতা এবং বর্তমান সরকারের মধ্যে সফলতার সাথে আত্মবিশ্বাস নির্মাণের শুরুর এক প্রক্রিয়া। !!Detta är början av den lyckade processen att bygga upp förtroendet mellan DASSK, burmesiska invånare, etniska grupper och den nuvarande regeringen!!!
32তবে দেশটির সকল নাগরিক বিশ্বাস করে না যে বাঁধের প্রকল্প বাতিল করা, দেশটির ক্ষেত্রে পরিবর্তনের এক চিহ্ন।Men alla invånare tror inte att senareläggningen av projektet är ett tecken på förändring i landet.
33ইরাওয়াদ্দি সংবাদ ব্লগে ছদ্মনামের এক ব্লগার এই মন্তব্য করেছেEn anonym läsare lämnade följande kommentar på nyhetsbloggen Irrawaddy
34এখন তারা যথারীতি নিজেদের জনতার সরকার বলে ঘোষণা দিতে পারে, কিন্তু তারা বিষয়টি উল্লেখ করত না , যদি তা ভালোর জন্য স্থগিত করা হত।Nu kan de kalla sig den så kallade folkets regering. Men de har inte sagt huruvida det ska stoppas för gott.
35তারা এর মধ্যে থেকে ফায়দা তুলে নেবে।De kommer att tjäna på detta.
36এমনকি, যদি তারা তা না করতে পারে, তাহলে তারা আর মাত্র পাঁচ বছর অপেক্ষা করবে।Även om de inte gör det behöver de bara vänta i fem år.
37এটা বলা যায় যাবে না যে, এটা জনতার ভালোর জন্য করা হয়েছে, এটাও বলা যাবে না যে, মায়ানমারের পরিস্থিতির পরিবর্তন ঘটেছে।Man kan inte säga att det är för allmänhetens bästa. Man kan heller inte säga att situationen i Myanmar har förändrats.
38টিন্ট কীওয়াক নাইং-ও এই ঘটনায় এত আগে উদযাপন করার বিষয়ে সতর্ক:Tint Kyaw Naing varnade också för att ta ut segern i förskott
39এর মানে কি এই, যদি গণতান্ত্রিক সরকারের অধীনে তা চলতে না পারে [বাঁধ নির্মাণের বিষয়টি] , তাহলে কি তা ভবিষ্যতে সামরিক সরকারের অধীনে প্রয়োগ করা হবে?Betyder det att om det inte kan fortsätta under den demokratiska regeringen, kommer det att införas i framtiden under militärregeringen?
40যদি তাই হয়, তা হলে তা চলতেই থাকবে!I så fall måste det fortsätta!
41ইরাবতী সংবাদপত্রও উল্লেখ করেছে বিশ্বের গণতন্ত্রের প্রতীক অং সান সুচি, মন্ত্রী অং কি এর সাথে এক আলোচনার সময় রাষ্ট্রপতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।The Irrawaddy News nämnde också att den globala pro-demokratiska ikonen Aung San Suu Kyi välkomnade presidentens beslut under ett möte med minister Aung Kyi.