Sentence alignment for gv-ben-20120406-24585.xml (html) - gv-swe-20120406-2332.xml (html)

#benswe
1আর্মেনিয়াঃ তরুণ লেখকের সামরিক অনুমোদনArmenien: Ung författare hotas av militärcensur
2২৪ বছর বয়সী কম্পিউটার প্রোগ্রামার, এবং অন্যদের মত বাধ্যতামূলক তালিকাভুক্ত সৈনিক হোভ্যানেস ইশকানিয়ান দেশের সামরিক বাহিনী সম্পর্কে একটি সাহিত্যকর্ম প্রকাশের পরেই তিনি ঐ সাবেক সোভিয়েত রাষ্ট্রে রোষানলে পড়েন।Hovhannes Ishkhanyan, en 24 år gammal dataprogrammerare och, liksom många andra, före detta värnpliktig i den armeniska armén, har fått det hett om öronen i den tidigare Sovjetrepubliken efter att ha skrivit ett litterärt verk om livet i landets armé.
3ঐ বইয়ের ৩০০ কপি প্রকাশের পর, আর্মেনিয়ান সামরিক অভিযোক্তা বলেন, বইটি সামরিক বাহিনীর কুৎসা রটিয়েছে, এবং ধর্ম ও মায়েদেরও অপমান করেছে।Trots en upplaga på enbart 300 exemplar säger den armeniske militäråklagaren att boken svärtar ner armén och förolämpar både religionen och armeniska mödrar.
4আর্মেনিয়ান রাজধানী ইয়েরেভানে কমপক্ষে দুটি বইয়ের দোকানের তাক থেকে ডিমব ডে সরিয়ে নেয়া হয়েছে।“Demob Day” (ung. “Muckardagen”) har plockats ner från hyllorna i åtminstone två bokaffärer i Yerevan, den armeniska huvudstaden.
5মজার ব্যাপার, এই বছর ঐ শহরে ইউনেস্কো বিশ্ব গ্রন্থ রাজধানী- এর স্বীকৃতি পাওয়ায় তা উদযাপন করা হচ্ছে, কিন্তু পর্ণোগ্রাফিক উপাদানের বিস্তৃতি ঘটানোর দায়ে আর্মেনিয়ার অপরাধ নীতির ২৬৩ নং অনুচ্ছেদ অনুসারে বিচারাধীন থাকা ইশকানিয়ানের জন্য তা তেমন লাভজনক হবে না।Ironiskt nog bär staden just i år titeln Världens bokhuvudstad, vilket den tilldelats av UNESCO [en], men det är en klen tröst för Ishkanyan, som kan vänta sig åtal under artikel 263 i Armeniens brottsbalk för olaglig spridning av pornografiskt material.
6ডিমব ডে"Demob Day"
7জানা গেছে, আসামি ইশকানিয়ানের জরিমানা অথবা দুই তিন বছরের কারাদন্ড হতে পারে।Om han befinns skyldig, kan Ishkhanyan dömas till böter eller fängelse på upp till två eller tre år.
8এই মামলা নিয়ে ইয়ানিয়ানের মন্তব্য:Ianyan kommenterar fallet [en]:
9আর্মেনিয়ান সামরিক বাহিনী বিগত কয়েক বছরে বিনা যুদ্ধে মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েছে।Den armeniska armén har lidit av dålig publicitet de senaste åren, plågad av upprepade nyheter om dödsfall som inte inträffat i stridssituationer.
10যেসব কর্মীরা নিয়মিত মৃত্যুর প্রতিবাদ করে, তারা অনুসন্ধান করতে ব্যর্থ এবং হত্যা গুলোকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার জন্য সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছে।Aktivister, som regelbundet reagerat mot dödsfallen, anklagar militären för att inte utreda dödsfallen tillräckligt, samt för att framställa mord som självmord.
11২০১০ এর সেপ্টেম্বরে ইউটিউবে আর্মেনিয়ান সামরিক বাহিনীতে আনুগত্যের জন্য নির্যাতনের ভিডিওটি দেশের ভেতরে ও বাইরে শিরোনাম হয়।I september 2010 gav en amatörvideo, publicerad på YouTube och som hävdade att övergrepp förekom inom den armeniska armén, upphov till nyhetsrubriker både inom och utom landet.
12“মুক্তির দিন”- এর ১৬ টি কল্পকাহিনীতে সামরিক বাহিনী সম্পর্কিত তিনটি বিষয় ছিল।Ibland de 16 fiktiva berättelserna i “Demob Day” behandlar tre olika teman som rör armén.
13ইশকানিয়ানের ভাষায় এর মধ্যে একটির শিরোনাম ছিল “সামরিক মহড়া”, যার বিষয় ছিল ১০০ মহড়ারত সৈন্যের কথা, যারা তাদের সামরিক পরিচয়পত্র নিয়ে সামরিক বাহিনীতে তাদের অভিজ্ঞতার কথা স্মরণ করে কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।En av dessa, benämnd “Militärmarsch” handlar om 100 marscherande soldater, som, släpande på sina militära identitetsbrickor, börjar delge sina erfarenheter av livet i armén, och är den berättelse som har förargat myndigheterna mest, enligt Ishkhanyan.
14এমনকি দি আর্মেনিয়ান অবজারভার বইটি পড়ার জন্য যুক্তি দেখিয়েছে:Armenian Observer såg till att läsa boken [en]:
15পুলিশের এই ঘটনা আমাকে আগ্রহী করেছে, তাই আমি বইটি পড়েছি।Situationen med polisen väckte mitt intresse, så jag läste boken.
16স্বীকারোক্তি হল, পড়ার মধ্যে কোন আনন্দ ছিল না।Jag måste erkänna att det var utan nöje.
17এই বইয়ে আমার মতে অনেক নৃশংস ও অশ্লীল শব্দ রয়েছে, কিন্তু সেগুলোর জন্যই এসব।Boken innehåller alltför mycket våld och vulgärt språk för min smak, men det är också allt.
18কেউ আর্মেনিয়ান সামরিক বাহিনী সম্পর্কিত বইয়ের কাছ থেকে এত কোমল ও কাব্যিক শব্দ আশা করে না- মূলত, আমরা একটা বিষয়ের কথা বলছি, যেখানে প্রতি বছর ডজন ডজন সৈন্য বিনা যুদ্ধে মারা যায়, কারণ প্রধানত বিশৃঙ্খলা, অত্যাচার ও চাপ, যেগুলো সৈন্যদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে।Man kan knappast vänta sig att en bok om den armeniska armén ska innehålla en massa ömhet och poetiskt tal - vi talar, trots allt, om en situation där dussintals av de soldater som dör varje år, inte dör som resultat av stridshandlingar, utan huvudsakligen på grund av nollning, våld och stress, som får dem att begå självmord. […]
19[…] এই বইয়ের মূল চরিত্র হল তরুণ সৈন্যরা যারা সামরিক দায়িত্ব পালনকালে মারা গেছে অথবা পঙ্গুত্ব বরণ করেছে, তারা সামরিক কর্মকর্তাদের শোষণের কথা বলেছে।Bokens hjältar, unga soldater som dör eller blir invalider under sin militärtjänst, berättar skräckhistorier om hur de blivit illa behandlade av officerare.
20[…] বলা নিষ্প্রয়োজন যে, আমরা অনুমোদনের একটা পরিষ্কার ঘটনা দেখতে পাচ্ছি, যা পুরোপুরি অগ্রহণযোগ্য।Det är uppenbart att vi här bevittnar ett tydligt fall av censur, vilket är fullständigt oacceptabelt.
21ইউনিজিপডও মন্তব্য করেছেন, একটি আবেদনই ঐ তরুণ লেখকের সমর্থন এনেছে। “অবিশ্বাস্য,” ঐ ব্লগার লিখেছেন, “আমরা কোন যুগে বাস করছি?!Bloggaren Unzipped lämnade också en kommentar [en] och drog uppmärksamheten till en namninsamling [en] som påbörjats till stöd för den unge författaren.
22আর্মেনিয়াকে স্ট্যালিনজমের যুগে ফিরিয়ে নেয়ার চেষ্টাকে না বলুন।”“Ofattbart,” skrev bloggaren. “Vilken tidsålder lever vi i?!
23হোভ্যানেস ইশকানিয়ান © নাজিক আরমেকানিয়ান, আর্মেনিয়া নাউSäg ett tydligt NEJ till försöken att föra tillbaka Armenien till stalinismens mörka tid.”
24এখানে ইশকানিয়ানের গত বছরের একটি সাক্ষাৎকারও দেয়া হয়েছে যেখানে লেখক আর্মেনিয়ায় শিল্পীদের নিয়ে ও শিল্পীদের জন্য সামরিক সংস্কৃতি ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন।Hovhannes Ishkhanyan © Nazik Armenakyan, ArmeniaNow På “Artist for Artist” (“Konstnärer för konstnärer”) finns även en intervju med Ishkanyan från förra året [en] i vilken författaren diskuterar yttrandefrihet och militärkultur i Armenien.