Sentence alignment for gv-ben-20111208-21614.xml (html) - gv-swe-20111205-1248.xml (html)

#benswe
1সিরিয়া: রাজান ঘাজ্জাউয়িকে মুক্ত করSyrien: Frige Razan Ghazzawi
2এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ-২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।This post is part of our special coverage Syria Protests 2011.
3আজ সিরিয়া-জর্ডান সীমান্তে সিরীয় কর্তৃপক্ষ ব্লগার রাজান ঘাজ্জাউয়িকে গ্রেফতার করেছে।Syriska myndigheter arresterade idag bloggaren Razan Ghazzawi vid den syrisk-jordanska gränsen.
4যখন ঘাজ্জাউয়িকে গ্রেফতার করা হয়, সে সময় ভদ্রমহিলা আরব বিশ্বে সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক এক কর্মশালায় যোগ দেবার জন্য জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।Ghazzawi, som arresterades vid den syrisk-jordanska gränsen, var på väg till Amman för att delta i en workshop om pressfrihet i arabvärlden.
5ঘাজ্জাউয়ির গ্রেফতারের ঘটনায় সারা বিশ্বের ব্লগার এবং একটিভিস্ট সমালোচনায় মুখর এবং ক্ষোভে ফেটে পড়েছে।Hennes arrestering har väckt kritik och ilska från bloggare och aktivister runt hela världen, som har krävt att hon omedelbart friges.
6ঘাজ্জাউয়ি হচ্ছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এক সিরীয় ব্লগার এবং একনিষ্ঠ টুইটার ব্যবহারকারী, যিনি গ্লোবাল ভয়েসেস অনলাইন এবং গ্লোবাল ভয়েসেস অ্যাডভোকেসি উভয় সাইটে লিখে থাকেন।Ghazzawi är en amerikanskfödd syrisk bloggare och flitig Twittrare, som har bidragit till både Global Voices Online och Global Voices Advocacy.
7তিনি হচ্ছেন সেই সমস্ত অল্প সংখ্যক নাগরিকদের মধ্যে অন্যতম, যারা তাদের প্রকৃত নামে লিখে থাকে, সেখানে তিনি ব্লগার এবং যে সমস্ত একটিভিস্টকে সিরীয় সরকার গ্রেফতার করেছে, এবং একই সাথে পুরুষ সমকামী ও সংখ্যালঘুদের অধিকারের দাবিতে সোচ্চার।Hon är också en av få bloggare i Syrien, som skriver under eget namn och värnar om rättigheterna för de bloggare och aktivister som arresterats av den syriska regimen, liksom rättigheter för homosexuella och minoriteter.
8যখনই রাজানের গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়ে সাথে সাথে তার সমর্থকরা রাজানকে মুক্ত কর নামের একটি পোস্টার নেটে উঠিয়ে দেয়। তার সর্বশেষ পোস্ট ১ ডিসেম্বর ২০১১ তারিখে প্রকাশিত হয়।Hennes sista post, från den 1 december, firar frigivningen av den syriske bloggaren Hussein Ghrer, som hölls av syriska myndigheter i 37 dagar.
9এটি মূলত সিরিয়ার ব্লগার হুসাইন ঘেরের মুক্তি উদযাপন উপলক্ষ্যে পোস্ট করা হয়।
10হুসাইন ঘেরের-কে সিরীয় সরকার ৩৭ দিন আটকে রেখেছিল।Hon bloggar:
11রাজান ব্লগে লিখেছিল: হুসাইন আজ রাতে তার ঘরে ফিরে যাবে, যেখানে সে তার স্ত্রীকে জড়িয়ে ধরবে, এবং আর কখনো দুটি মুল্যবান সঙ্গীতকে হারিয়ে যেতে দেবে না।Hussein kommer att vara hemma ikväll, där han kommer att hålla om sin fru hårt, och aldrig mer släppa taget om sina två älskade söner igen.
12এখন সবকিছু ঠিক হয়ে যাবে, এবং শীঘ্রই সব সমস্যার সমাধান হয়ে যাবে।Allt kommer att ordna sig, och allt kommer att vara över väldigt snart.
13পরিহাসের বিষয়টি নেট নাগরিকরা উপলব্ধি না করে পারেনি, যারা তার গ্রেফতারের পর সামাজিক প্রচার মাধ্যমে এই গ্রেফতারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেIronin förloras inte av de nätmedborgare som alarmerade om hennes arrest på sociala medieplattformar.
14সিরিয়ার রাজান সাফোর টুইট করেছে:Syriske Razan Saffour tweetar:
15@রাজানস্পিকস:রাজান ঘাজ্জাউয়ি, গ্রেফতারকৃত নাগরিকদের ব্যাপারে সচেতনতা তৈরিতে সচেষ্ট ছিল, সে তাদের সম্বন্ধে লিখত এবং তাদের সমর্থন করত। ঘাজ্জাউয়ি এখন নিজে তাদের একজনে পরিণত হল।@RazanSpeaks: Razan Ghazzawi brukade väcka uppmärksamhet kring fängslade, skriva om dem och stödja dem. Nu har hon blivit en av dem. #FreeRazan #Syria
16#ফ্রিরাজন#সিরিয়াoch tillägger:
17এবং সে এর সাথে যোগ করে: @রাজানস্পিকস:@রেডরাজন, আমার চিন্তা এবং হৃদয় এখন তোমার সাথে।@RazanSpeaks: Tankar och känslor är med dig @RedRazan.
18টুইটারে আমি যাদের সান্নিধ্যে এসেছি, তাদের মধ্যে তুমি সবচেয়ে সাহসীদের মধ্যে একজন।En av de modigaste människor jag har lärt känna på twitter.
19#ফ্রিরাজান #সিরিয়া।#FreeRazan #Syria
20তার স্বদেশী এক সিরীয় নাগরিক সাসা উল্লেখ করেছে:Landsmannen Sasa noterar:
21@সিরিয়াননিউজ:এখন আমার টাইমলাইনের সকল টুইট #ফ্রিরাজন।@syrianews: Nästan varje tweet på min timeline innehåller nu #FreeRazan.
22সিরিয়ার পুলিশ, তোমরা কি আমাদের কথা শুনতে পাচ্ছ।Hör ni oss syrisk polis?
23#ফ্রিরাজন#FREERAZAN
24এবং গ্লোবাল ভয়েসেস-এর তার এক সিরীয় সহকর্মী আনাস কাতিয়েস তাকে স্মরণ করেছেন:Och Global Voices-kollegan syriern Anas Qtiesh minns:
25@আনাসকাতিয়েস:রাজান আমাকে @গ্লোবালভয়েসেস-এর চমৎকার এক দলের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তার কারণে আমি এইখানে অনুবাদক হিসেবে যোগ দিয়েছি।@anasqtiesh: Razan introducerade mig till det underbara @globalvoices teamet och hon är orsaken till att jag började som en översättarskribent.
26#ফ্রিরাজন#FreeRazan
27সিরিয়ার নাগরিক সাকেন আল জাবরি আরব লীগের নিষ্ক্রিয় হয়ে থাকার কারণে ক্ষুব্ধ :Syriern Shakeen Al Jabri vädrar sitt missnöje med Arabförbundet:
28@লেশাকে: ওহে আরব লীগ।@LeShaque: Hallå Arabförbundet.
29কি ভাবে তোমাদের দুর্বল উপদেশ সম্বলিত কৌশল কাজ করবে?Hur fungerar er oöverlagda strategi?
30এখনো বিশ্বাস কর যে বাশার, দেশটিতে সংস্কার সাধন করবে?Tror ni fortfarande att Bashar kommer reformera?
31#সিরিয়া#ফ্রিরাজান#Syria #FreeRazan
32এদিকে ছনদ বাহরাইনী শোক প্রকাশ করছে :Medan Chanad Bahraini beklagar sig:
33@ছনদবিএইচ:@রেডরাজন@আলা এবং @আব্দুলইমাম, এরা সকলে ২০০৮ সালে লেবাননে অনুষ্ঠিত প্রথম আরব ব্লগার সম্মেলনে উপস্থিত হয়েছিল।@chanadbh: . @RedRazan, @alaa och @abdulemam var alla på det första arabiska bloggarmötet i Libanon 2008.
34আজ তারা, হয় কেউ জেলে, না হয় পালিয়ে বেড়াচ্ছে।Idag är de fängslade eller gömmer sig. #FreeRazan
35মিশরের বিখ্যাত ব্লগার আলা আব্দেল ফাত্তাহ মিথ্যা অভিযোগে কারাগারে আটকে আছে এবং বাহরাইনের ব্লগার আল আব্দুল রহমান বাহারাইনে লুকিয়ে আছে।Den egyptiske veteranbloggaren Alaa Abdel Fattah hålls i Egypten på fabricerade anklagelser och den bahreinske bloggaren Ali Abduleman har hållit sig gömd i Bahrein, där även han möts av anklagelser relaterade till sin bloggaktivism.
36এরা দুজনে তাদের নিজেদের দেশের শুরুর দিককার ব্লগার।Båda är pionjärbloggare i sina länder.
37এদিকে তাদের বিশ্বস্ত বন্ধুরা, ঘাজ্জাউয়ির টুইটার এবং জিমেইল একাউন্ট, এবং একই সাথে তার ব্লগ চালু রেখেছে।Samtidigt tar pålitliga vänner hand om hennes Twitter- och Gmail-konton liksom hennes blogg.
38তার বন্ধুরা অবশ্য একই সাথে তার ফেসবুক একাউন্ট আপাতত স্থগিত করে রেখেছে।Hennes Facebook-konto har också avaktiverats av vänner.
39তার টুইটার একাউন্টে টুইট করা এক সাম্প্রতিক পোস্ট পাঠ করুন:Ett färskt tweet från hennes konto lyder:
40@রেডরাজান: রাজান এখন আর তার টুইটার একাউন্ট পরিচালনা করতে পারছে না, এখন তার বন্ধু এবং সমর্থকরা তার একাউন্ট পরিচালনা করেছে!@RedRazan: Razan har inte längre hand om sitt konto, vi, hennes vänner och supporters, har det!
41ফ্রিরাজান।#FreeRazan
42ঘাজ্জাউয়ির গ্রেফতারের উপর আসা আরো প্রতিক্রিয়া সম্বন্ধে জান্তা চাইলে টুইটারে #ফ্রিরাজান হ্যাশট্যাগ যাচাই করুন।För fler reaktioner på Ghazzawis arrestering, vänligen kolla hash taggen #FreeRazan på Twitter.
43এছাড়াও তার মুক্তি দাবী করে ফেসবুকে একটি পাতা তৈরি করা হয়েছে [আরবি ভাষায়] ।En Facebook-sida, som manar till hennes frigivning, har också satts upp [ar].