# | ben | swe |
---|
1 | আরব বিশ্বঃ বেনগাজিতে মার্কিন রাষ্ট্রদূতকে নির্মমভাবে হত্যা | Arabvärlden: Upprördhet över amerikanske ambassadörens död i Benghazi |
2 | এই পোস্ট টি আমাদের লিবিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজ এর অংশ। | Denna artikel är en del av Global Voices specialrapport Den libyska revolutionen 2011. |
3 | আরব নেটনাগরিকরা গত রাতে (মঙ্গলবার ১১ সেপ্টেম্বর, ২০১২) লিবিয়ার বেনগাজিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের উপর কাপুরুষোচিত আক্রমণের নিন্দা করেছেন। | Arabiska nätmedborgare har fördömt den fega attacken på USA:s konsulat i Benghazi, Libyen, i natt (tisdagen den 11 september, 2012). |
4 | কনস্যুলেট ভবন ঘিরে ফেলার পর নিরাপদ স্থানে পালিয়ে যাবার সময় জঙ্গিদের রকেট নিক্ষেপের ফলে রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স সহ চার জন আমেরিকান নিহত হন। | Militanter avfyrade raketer mot den flyende ambassadören Christopher Stevens och tre andra amerikaner medan de försökte sätta sig i säkerhet. |
5 | খবরে বলা হয়েছে আমেরিকান-ইজরায়েলি একজন চলচ্চিত্র নির্মাতার ছবিতে নবী মোহাম্মদকে উপহাস করার প্রতিবাদে বিদ্রোহীরা কনস্যুলেট ভবন ঘিরে ফেলে। | Nyhetsrapporter meddelade att upprörda demonstranter omringade konsulatet på grund av en film som förlöjligade profeten Mohammed. Filmen producerades av en amerikansk-israelisk filmskapare. |
6 | কায়রোতেও একই ধরনের প্রতিবাদের ঘটনা ঘটে, যেখানে বিদ্রোহীরা মার্কিন দূতাবাস দেয়ালে আঁশ ছাড়ায়, মার্কিন পতাকা পদদলিত করে এবং সেখানে ইসলামিক ব্যানার টাঙ্গিয়ে দেয়। | En liknande demonstration iscensattes i Kairo, då demonstranter klättrade uppför den amerikanska ambassadens väggar och rev ner dess flagga för att ersätta den med ett islamiskt banér. |
7 | মি স্টিভেন্স এবং অন্য তিন জন মার্কিন কনস্যুলেট স্টাফকে হত্যা করায় ঐ অঞ্চলের নেট নাগরিকরা নিন্দা জানিয়েছে। | Dödandet av Stevens och tre andra amerikanska konsulatanställda har upprört nätmedborgare i regionen. |
8 | লিবিয়ান যুব আন্দোলন প্রশ্ন তুলেছেঃ | Den Libyska ungdomsrörelsen frågar: |
9 | @শাবালিবিয়াঃ গত রাতে কনস্যুলেটগুলোর উপর আক্রমনে কি অর্জন হয়েছে? | @ShababLibya: Vad lyckades nattens attack mot konsulaten åstadkomma? |
10 | ধ্বংস, সহিংসতা, এবং বিয়োগান্ত নাটক ছাড়া আর কিছুই নয়। | Inget utom förstörelse, våld och fullkomlig tragedi |
11 | আব্দুল রাকিব আল আজানি বলেছেন [আরবি]: | Abdulraqeeb Al Azzane skriver [ar]: |
12 | @আলআজানিঃ তোমরা বোকা! মার্কিন রাষ্ট্রদূতকে হত্যা করাই নবীর জন্য জয় নয়। | @alazzane: Mordet på USA:s ambassadör är ingen seger för Profeten, era dårar! |
13 | এটা একটা ভুল পদক্ষেপ কারণ এতে ছবিটির আরও প্রচারণা চালানো হল। | Istället bekräftar det den felaktiga stereotyp som filmens producenter vill främja. |
14 | কি লজ্জা! | Vilken skam! |
15 | গত রাতে কায়রোতে মার্কিন দূতাবাসের বাইরে বিদ্রোহীরা। | Demonstranter utanför den amerikanska ambassaden i Kairo. |
16 | @খাদ্রানিয়া ছবিটি টুইটারে শেয়ার করেছেন। | Foto delat på Twitter av @khadrania |
17 | নাসার আলদেবা [আরবি] বলেছেনঃ | Nasr Aldbea säger [ar]: |
18 | @নাসারআলদেবাঃ আমি নিশ্চিত যারা বোমা হামলা ও আগুন ধরিয়েছে তাদের ছবিটি সম্পর্কে কোন ধারণা নাই। | @NasrAldbea: Jag är säkert på att de som brände och bombade inte har någon kunskap om filmen. |
19 | যখন আমি মিশরে কি ঘটছে দেখলাম, তখনি আমি সন্দেহ করেছিলাম লিবিয়াতেও একই ধরনের ঘটনা ঘটবে। | När jag såg vad som hände i Egypten misstänkte jag att något liknande skulle ske i Libyen. |
20 | খলিল আঘা টুইট করেছেন [আরবি]: | Khalil Agha twittrar [ar]: |
21 | @খলিলআঘাঃ বেনগাজিতে নিহত মার্কিন রাষ্ট্রদূত লিবিয়ান বিপ্লব এর একজন শক্ত সমর্থক ছিলেন এবং তিনি আরব বিশ্বকে ভালবাসতেন। | @Khalil_alagha: Den amerikanska ambassadör som dödades i Benghazi stödde den libyska revolutionen och älskade arabvärlden. |
22 | মৃত্যুই তার জন্য পুরস্কার হল। | Han belönades med mord. |
23 | আমরা একটি দণ্ডপ্রাপ্ত জাতি। | Vår nation är dömd. |
24 | সৌদি ফাহাদ আলবুটাইরি আমাদের মনে করিয়ে দিয়েছেনঃ | Saudi Fahad Albutairi påminner oss [ar]: |
25 | @ফাহাদঃ যাদের ধর্মীয় গভীর অনুভূতির সঙ্গে অজ্ঞতার মিল আছে তাদের চেয়ে আর কেউ ভয়াবহ হতে পারে না। | @Fahad: Ingenting är farligare än religiös nit kombinerad med okunnighet. |
26 | যদি দোষীরা শাস্তি না পায় তবে লিবিয়ার বিপ্লব এর স্বকীয়তা হারাবে। | Den libyska revolutionen kommer att förlora all trovärdighet om de kriminella som dödade den amerikanska ambassadören inte straffas. |
27 | এবং লিবিয়ান আহমেদ মিস্রাতা একমত হয়েছেনঃ | Libyske Ahmed Misrata håller med: |
28 | @আহমেদমিস্রাতাঃ শেষ রাতের ঘটনাটি আমাদের বিপ্লবের একটি মর্যাদাহানি। আমাদের শহীদদের এবং আমাদের সবার জন্য। | @AhmedEMisrata: Gårdagsnattens händelse vanhedrade vår revolution, våra martyrer och, allra mest, Profetens lära PBUH #Benghazi |
29 | নবী (সাঃ) এর শিক্ষারও একটি মর্যাদাহানি। #বেনগাজি | Schehrazade från Egypten kommenterade: |
30 | মিশর থেকে স্ক্রিরাজাদে মন্তব্য করেছেনঃ @স্ক্রিরাজাদেঃ # লিবিয়ায় কর্তব্যরত একজন মানুষ নিহত হয়েছেন কারণ কিছু অপেশাদার একটি অখাদ্য সিনেমা তৈরি করেছে এবং কিছু উদ্ভট লোক এটিকে মূল্যায়ন করেছে। | @Schehrazade: En man som gjorde sitt jobb dödades i #Libyen för att några amatörer gjorde en värdelös film som några missfoster satte värde på. |
31 | লজ্জাজনক। | Fortsätt hata. |
32 | এবং বেনগাজি থেকে @এন_বেনগাজি লিখেছেঃ | @N_Benghazi från Benghazi skriver: |
33 | @এন_বেনগাজিঃ নবী (সাঃ) কখনয়ই এমন রক্তপাত পছন্দ করতেন না। | @N_Benghazi: Profeten (saws) skulle inte ha accepterat att oskyldigt blod spills för att folk kände sig kränkta av en nollas film. |
34 | # লিবিয়া | #libya |
35 | মিশরিয় লেখক করিম এল দেগাভি অনুমান করেছেন [আরবি]: | Den egyptiska författaren Karim El Degwy förespår [ar]: |
36 | @করিমএলদেগাভিঃ লিবিয়ায় দূতাবাসে হামলার ঘটনায় ব্যাপক প্রভাব পড়বে এবং এটা নির্বাচনের ফলাফলকে বদলে দিবে যেটা আরব বিশ্ব ও মুসলমানরা লাভবান হবে না। | @KarimElDeqwi: Attacken mot ambassaden i Libyen kommer att få stora efterföljder och kommer att förändra valresultaten på ett sätt som gynnar varken araber och muslimer. |
37 | সন্ত্রাসবাদকে অভিনন্দন, আমরা উপভোগ করছি! | Grattis för den terrorism vi åtnjuter! |
38 | এবং মিশরে নাদিয়া এল আওাদি উপসংহার টেনেছেন [আরবি]: | Nadia El Awady, också från Egypten, drar slutsatsen [ar]: |
39 | @নাদিয়াঃ যা ঘটেছে আমাদের জন্য তা সত্যি প্রাপ্য। | @NadiaE: Vi förtjänar sannerligen allt som händer oss. |
40 | সমগ্র বিশ্বে আমাদের অবজ্ঞা করবে যতক্ষণ পর্যন্ত না আমরা অজ্ঞতা এবং মৌলবাদ থেকে পরিত্রাণ পাচ্ছি। | Hela världen kommer att förakta oss tills vi blir av med den okunnighet och fundamentalism vi befinner oss i. |
41 | <এই পোস্ট টি আমাদের লিবিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজ এর অংশ। | Felet ligger hos oss och inte hos en dum film. |