# | ben | swe |
---|
1 | মালি: হঠাৎ সামরিক অভ্যুত্থানে নাগরিকেরা স্তব্ধ | Mali: Folket bestört av plötslig militärkupp |
2 | দলদ্রোহী সৈন্যরা রাষ্ট্রীয় টেলিভিশন ভবন এবং প্রেসিডেন্টের প্রাসাদ দখলে নেয়ার পর ঘোষনা করে যে তারা মালির ক্ষমতা দখল করছে। | Avhoppade soldater har meddelat att de griper makten på Mali [en], efter att de tagit över den statliga televisionsbyggnaden och presidentpalatset. |
3 | তারা বলেছে প্রেসিডেন্ট আমাদু তুমানি তুরে'র সরকার মালি থেকে বিচ্ছিন্ন হওয়ার হুমকি দেয়া দেশটির উত্তরের তুয়ারেগ বিদ্রোহীদের বিরুদ্ধে ক্রমেই সহিংস হয়ে উঠা সংগ্রামে তাদের সেনাদলগুলোকে পর্যাপ্ত সমর্থন দিতে ব্যর্থ হয়েছে। | De hävdar att president Amadou Toumani Tourés regering misslyckats med att ge deras trupper tillräckligt stöd under en allt våldsammare kamp mot tuaregrebeller i landets norra delar [en], som hotar att bryta sig ut ur Mali. |
4 | অনেক নাগরিক ইতোমধ্যে নির্ধারিত ২৯ এপ্রিল, ২০১২ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনের এতো কাছাকাছি সময়ে সংঘটিত অভ্যুত্থানে কিংকর্তব্যবিমূঢ় এবং এ সম্পর্কে অনেক তত্ত্ব শোনা যাচ্ছে। | Många medborgare är förbryllade över varför en kupp iscensatts strax före ett redan planerat val den 29 april 2012 och det finns många teorier. |
5 | অভ্যূত্থানের নেতা মালির ক্যাপ্টেন সানোগো , @ইয়াংমালিয়ান-এর মাধ্যমে | Ledaren av kuppen på Mali, Capitaine Sanogo, via @Youngmalian |
6 | নবগঠিত গণতন্ত্র ও রাষ্ট্র পুনরুদ্ধার জাতীয় কমিটি (সিএনআরডিআর)-এর নেতা ক্যাপ্টেন সানোগো বলেছেন তারা এপ্রিলের নির্বাচন পর্যন্ত এই পরিবর্তন পরিচালনা করবেন। | Capitaine Sanogo är ledare av den nya Nationella Kommittén för Återupprättande av Demokratin och Staten (CNRDR), som säger att de kommer att styra övergången fram till valet i april. |
7 | কমিটির একজন মুখপাত্র লেফটেন্যান্ট কানোরে বলেছেন তারা বর্তমান প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে দিলেও তাদের ক্ষমতা কুক্ষিগত করার কোনো ইচ্ছে নেই। | En talesman för kommittén, Lieutenant Kanoré, sa att även om de har upplöst de befintliga institutionerna har de ingen avsikt att behålla makten. |
8 | অভ্যুত্থান সমর্থনকারী এবং প্রেসিডেন্ট তুরে'র অনুগত সেনাদের মধ্যে এখনো সংঘর্ষ চলছে। | Strider mellan de som stöder kuppen och de som förblir lojala till president Touré försätter. |
9 | রাজধানী বামাকোতে কিছু কিছু রাজনীতিবিদ এবং উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। | Några politiker och högt uppsatta officerare rapporteras ha arresterats i Bamako, landets huvudstad. |
10 | ঘটনার মোড় পরিবর্তনে মালির জনগণ কিছুটা হতবাক। | Malis medborgare är chockade över händelserna. |
11 | এখানে সশস্ত্র বিদ্রোহে [ফরাসী এবং ইংরেজী] ক্ষমতা দখলের সংবাদ শোনার পর কিছু প্রতিক্রিয়া: | Nedan följer några av reaktionerna på de beväpnade myteristernas maktövertagande [fr och en]: |
12 | @দিসালিফু: আ্মি আমার দেশের জন্যে পবিত্র…#মালি | @TheSalifou: Jag är rädd för mitt land…#Mali |
13 | @এনিপায়েপ: আসলেই লজ্জাস্কর আরটি @জুলিয়াসএসোকা আফ্রিকাতে আপনি রেস্তোরাঁ থেকে বের হলে নর্দমায় এসে পড়বেন #মালি | @Anniepayep: Verkligen skamligt RT @juliusessoka i Afrika, kommer du ut ifrån restaurangen för att hamna i rännstenen #mali |
14 | @আবদু_দিয়ারা: একজন অনুগত সৈন্যের মতে মালির প্রেসিডেন্ট আমাদু তুমানি তুরে ভাল আছেন এবং নিরাপদ স্থানে আছেন বলে শোনা যাচ্ছে #মালি | @Abdou_Diarra: Malis president Amadou Toumani Touré påstås vara välbehållen och vistas i ett säkert område enligt en lojal soldat #Mali |
15 | @ইয়াংমালিয়ান: #এটিটি (মালি'র প্রেসিডেন্ট) গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং তার সময়কাল শেষ হবে জুনে। | @Youngmalian: #ATT (Malis president) blev demokratiskt vald av folket och hans mandat tog slut i juni. |
16 | সৈন্যদের কাছে জনগণের পক্ষে কাজ করার কি অধিকার আছে #মালি | Vilken rättighet har soldater att agera i folkets namn? #Mali |
17 | @ইবিরিতি: গণতন্ত্র শুধু নিয়মিত নির্বাচনের মাধ্যমে একটি অথর্ব দলকে পালটে আরেকটিকে বদলানো নয়। | @ibiriti: demokrati handlar inte bara om vanliga politiska val som ersätter en inkompetent bunt med en annan. |
18 | একে পণ্য (সেবা) দিতে হবে | Den måste ge resultat. |
19 | @ফিলিনদি: ব্যাংক + তেলের পাম্প বন্ধ #বামাকো #মালি-তে। | @philinthe: Banker + stängda bensinmackar i #Bamako #Mali. |
20 | ট্যাক্সি চালকদের সাথে কথা বলে জানা গেছে তারা দ্বিগুণ ভাড়া চাচ্ছে। | Pratar med taxichaufförer som dubblerat sin avgift. |
21 | সোতরামা এখনো ১০০ থেকে ১৫০ সিএফএ | Sotrama fortfarande 100-150CFA |
22 | @তেমাইত: যাই হোক না কেন, অবশ্যম্ভাবীভাবেই একতা এবং জনগণ ও সংস্কৃতির মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন পরাজিত হবে #মালি | @temite: Vad som än händer kommer förloraren ofrånkomligen att bli samförståndet, broderskapet mellan folk och kulturer #Mali |
23 | নির্ধারিত নির্বাচন অনুষ্ঠানের কয়েক সপ্তাহ আগে অভ্যূত্থানের কারণ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র তত্বের উদ্ভব হচ্ছে [ফরাসী]: | Konspirationsteorier frodas om varför en kupp iscensatts bara veckorna före ett planerat val [fr]: |
24 | @দায়াতুস২: #মালি'র অভ্যূত্থানটি প্রত্যাশিত কারণ তৃতীয়বারের মতো ম্যান্ডেট পেতে #এটিটি (মালি'র প্রেসিডেন্ট)তুয়ারেগ বিদ্রোহ ঝুলিয়ে রেখেছিলেন। | @diatus2: Kuppen i #Mali var väntat eftersom ATT (Malis president) lät situationen med tuaregrebellerna fortgå så att han skulle få en tredje mandatperiod. |
25 | @জিওভান্নিজোশু: #এটিটি (মালি'র প্রেসিডেন্ট) মালির উত্তরে সন্ত্রাসীদের বিরুদ্ধে কিছুই করছেন না কারণ সমস্যাগুলো হয়তো তাকে আগামী জুন পর্যন্ত নির্বাচন স্থগিত করার সুযোগ করে দিবে! | @Giovannidjossou:#ATT (Malis president) gör ingenting åt terroristerna i norra Mali så att problemen där skulle tillåta honom att skjuta upp valet till nästa juni! |
26 | @জো_১৭৮৯: আমি প্রত্যাখ্যান করি: আফ্রিকার ফরাসিভাষীদের ভাড়াটে সশস্ত্র ডাকাতদের করা এই অভ্যুত্থানটি মালি এবং এর নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে। | @Joe_1789: Jag fördömer: Denna kuppen är iscensatt av beväpnade banditer som sålt sig till det frankofona Afrika, och är mot Mali och dess demokratiskt valda president. |
27 | ২১শে মার্চ অভিযুক্ত ক্ষমতা দখলটি অনুমোদন না করার পর থেকে মালির প্রেসিডেন্টের টুইটার একাউন্টটি আর আপডেট হয়নি [ফরাসী]: | Twitterkontot för Malis presidentämbete har inte uppdaterats sedan den 21 mars, då det vederlade det påstådda maktövertagandet [fr]: |
28 | @প্রেসিডেন্টমালি: আনুষ্ঠানিক অস্বীকৃতি: প্রতিরক্ষা মন্ত্রীকে আঘাত করা বা গ্রেপ্তার করা হয়নি। | @PresidenceMali: Formell dementi: Försvarsministern är varken skadad eller gripen. |
29 | তিনি তার অফিসে শান্তভাবে তার প্রাত্যহিক কর্ম সম্পাদন করছেন | Han är på sitt kontor och fortsätter lugnt att arbeta. |