Sentence alignment for gv-ben-20130901-38449.xml (html) - gv-swe-20130917-4313.xml (html)

#benswe
1নারীদের পাহারাদারীর ব্যবস্থা করে কি ভারতে ধর্ষণ বন্ধ করা যাবে?Behövs ett kvinnlig medborgargarde för att stoppa våldtäkterna i Indien?
2ভারতের মুম্বাইয়ে এবার গণধর্ষণের শিকার হলেন এক ফটোসাংবাদিক।[Samtliga länkar går till engelskspråkiga webbplatser, om inte annat anges.]
3গত ২২ আগস্ট ২০১৩ তারিখে এ ঘটনা ঘটে। ২২ বছর বয়সী ওই ফটোসাংবাদিক একটি সাময়িকীতে শিক্ষানবীশ হিসেবে কাজ করতেন।En 22-årig fotojournalist blev gruppvåldtagen i Mumbai (Bombay), Indien, den 22 augusti 2013, medan hon var på uppdrag för den tidning hon praktiserar på.
4ধর্ষণের শিকার সাংবাদিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।Den unga kvinnan skadades så pass svårt att hon fick opereras.
5এখন তার অবস্থা স্থিতিশীল আছে।Hon är nu på bättringsvägen.
6অভিযুক্ত ৫ ধর্ষণকারীর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।En enda man, av sammanlagt fem misstänkta, har hittills gripits.
7২০১২ সালের ডিসেম্বরে দিল্লির গণধর্ষণের [গ্লোবাল ভয়েসেস প্রতিবেদন দেখুন] মতো গতকালের ঘটনাও সারাদেশে ব্যাপক আলোড়ন তোলে। সবাই নতুন করে এর সমাধান খুঁজতে থাকে।I likhet med Delhi-fallet, där en ung kvinna våldtogs av en grupp män på en buss (se Global Voices-rapporten) i december 2012, väckte även gårdagens händelse en rikstäckande känsla av vrede och upprördhet samt ett förnyat sökande på en lösning på detta omfattande problem.
8কীভাবে এই ধরনের ধর্ষণ রোধ করা যায়, তা নিয়ে মূলধারা এবং সামাজিক মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়।Diskussioner om hur man bör stoppa dessa våldtäkter pågår både i traditionella och sociala medier.
9নেহা সাঁঘভি (@nehasanghvi) ক্ষোভের সাথে বলেছেন:Neha Sanghvi (@nehasanghvi) är rasande:
10মুম্বাই শহরে দিনে-দুপুরে একজন নারীর গণধর্ষণের ঘটনা শুনে খুবই দু:খ পেলাম!Mår dåligt av att höra om den sjuka gruppvåldtäkten av en flicka i Mumbai (Bombay) även den här i fullt dagsljus.
11এ কী লজ্জার কথা!Ni borde skämmas!
12অবিনাশ আয়ার (@IyerAvin) টুইট করেছেন:Avinash Iyer (@IyerAvin) twittrar:
13প্রাথমিক প্রতিবেদনে মনে হচ্ছে, মুম্বাই ধর্ষণ দিল্লির গণধর্ষণের ঘটনার মতোই।Om man ska gå efter inledande uppgifter är Mumbai-våldtäkten så lik Nirbhaya-fallet.
14মেয়েটি তার বন্ধু থেকে আলাদা হয়ে যায়, বন্ধু ছিল বেশি শক্তিশালী, মেয়েটি ধর্ষিত হয়!
15চিত্রনাট্যকার এবং ব্লগার কনস্ট্যান্ট রাম্বলার (@ajitjagtap) মনে করেন, দণ্ড না হওয়ার কারণেই এই ধরনের অপরাধ বেশি করে ঘটছে:Tjej, kompis i isolerad situation, kompisen övermannades, tjejen våldtogs Manusförfattaren och bloggaren Constant Rambler (@ajitjagtap) menar att straffriheten är vad som inspirerar till fler brott:
16মুম্বাইয়ে গণধর্ষণ।Gruppvåldtäkt i mumbai (bombay).
17ধর্ষকরা এমন কারো কাছ থেকে অনুপ্রাণিত হয়েছে, যারা এই ধরনের অপরাধ করেও শাস্তি পায়নি অথবা কৃতকর্মের জন্য গ্রেফতার হয়নি।
18রাবিয়া শেখ (@Rabiasheikh7) এ অবস্থা দেখে খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন: another gang rape..few more protests, nothing is going to change!Våldtäktsmän känner sig inspirerade av dem som inte har straffats eller ens gripits för sina obscena handlingar.
19India is not safe for women #Mumbai - Rabia sheikh (@Rabiasheikh7) August 23, 2013Rabia sheikh (@Rabiasheikh7) är pessimistisk när det gäller en lösning:
20আরো একটি গণধর্ষণ… আরো কিছু প্রতিবাদ, কোনো কিছুতেই অবস্থার পরিবর্তন হচ্ছে না!
21ভারত নারীদের জন্য নিরাপদ দেশ নয়! #মুম্বাইännu en gruppvåldtäkt.. några fler protester, ingenting kommer att förändras!
22কিন্তু এ ধরনের হতাশাকর অবস্থা কেন?Indien är inte säkert för kvinnor
23ক্যাথলিক অনলাইনের পরিসংখ্যান মতে, আগের বছরের তুলনায় ২০১২ সালে ভারতে নারী ধর্ষণ, যৌতুকের জন্য মৃত্যু, নিগৃহ, যৌন নিপীড়নসহ অন্যান্য নির্যাতনের হার ৬.
24৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।Men varför denna frustration?
25জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১২ সালে নারীর বিরুদ্ধে ভারতীয় পুলিশের কাছে ২৪৪,২৭০ অপরাধের অভিযোগ এসেছে। ২০১১ সালে এই সংখ্যা ছিল ২২৮,৬৫০টি।Enligt Catholic Online har antalet polisanmälningar av våldtäkter, dödsfall i samband med hemgift, ofredande, sexuella trakasserier och andra brott mot kvinnor i Indien ökat med 6,4 procent under 2012 i jämförelse med föregående år.
26দ্য আটলান্টিক সাময়িকী ভারতের ধর্ষণ সমস্যা নিয়ে “ব্যাড এনাফ টু জাম্প আউট অব অ্যা উইন্ডে” শিরোনামে একটা প্রতিবেদন প্রকাশ করে।Statistiken visade att 244 270 brott mot kvinnor anmäldes till den indiska polisen under 2012 jämfört med 228 650 anmälningar under 2011, enligt Indiens nationella brottsregister.
27ওই প্রতিবেদনে উঠে এসেছিল এক ব্রিটিশ পর্যটকের কথা যিনি হোটেল মালিকের যৌনকামনার হাত থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দিয়েছিলেন। ২০১৩ সালের মার্চ মাসে আগ্রায় এই ঘটনা ঘটেছিল।Indiens våldtäktsproblem har definierats ironiskt som “illa nog för att hoppa ut genom fönstret” av Atlantic Magazine med hänvisning till fallet där en brittisk kvinnlig turist, i mars 2013, hoppade ut genom ett fönster för att komma undan de oönskade närmanden från ägaren till hotellet som hon bodde på.
28বিশাল ভীরু সমস্যার অনুসন্ধান করেছেন:Vishal Bheeroo beskriver problemet på följande sätt:
29মূল সমস্যা হলো, মেয়েদের সুরক্ষার জন্য কার্যকরী কোনো আইন নেই। সংসদের যৌন সুড়সুড়ি পূর্ণ মন্তব্যও খুবই লজ্জাজনক।Det största problemet är bristen på effektiva lagar för att skydda kvinnor och de sexistiska kommentarerna i parlamentet är en riktig skam.
30দিল্লির গণধর্ষণের সময়ে বিচারপতি ভার্মার প্রতিবেদন পেশ করা হয় [যদিও এটা সমালোচনামুক্ত ছিল না]।
31এবং কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি নিয়ে বিল আইনে পরিণত করা হয়। তারপরও নারীর বিরুদ্ধে অপরাধের কোনো হেরফের হয়নি।Efter gruppvåldtäkten i Delhi har den så kallade Justice Verma-rapporten arbetats fram (inte helt utan kritik) och lagförslaget om sexuella trakasserier mot kvinnor på arbetsplatsen har gjorts till en lag.
32আগে যা ছিল, এখন তাই আছে।Ändå kvarstår våld mot kvinnor i Indien idag.
33নারী অধিকার সংগঠনের প্রতিনিধি, মানবাধিকার সংগঠন এবং অ্যাক্টিভিস্টরা বর্তমান আইনে নারী সুরক্ষায় যেসব বিষয় বাদ পড়েছে তা নিয়ে আগেই সতর্ক করে দিয়েছিল।Företrädare för kvinnogrupper, demokrati- och mänskliga rättighetsgrupper och aktivister är oroliga för mer omfattande underlåtenheter i det nuvarande rättsliga skyddet för kvinnor som kan lämna dem ännu mer utsatta än de redan är.
34আর এজন্য তারা এখন যে অবস্থায় আছে তার চেয়ে বেশি ঝুঁকির মধ্যে গিয়ে পড়তে পারে।Så vad är det bästa sättet att motarbeta vad som verkar vara kontinuerliga våldtäktsfall i Indien?
35ভারতে নারী ধর্ষণ চলমান থাকার পিছনে এটাই কি সবচে' যুক্তিযুক্ত কারণ?För många är det tydligt att våldtäkt är ett problem i Indien, men förslagen på en lösning har varierat.
36আরো অনেক সমস্যার সাথে ধর্ষণ ভারতের জন্য একটি বড় সমস্যা। কিন্তু এর প্রতিক্রিয়া বিচিত্র ধরনের হয়।Man har lanserat kampanjer för att beväpna kvinnor med chilipeppar och knivar, träning i genusmedvetenhet och förändrade lagar.
37এখানে আত্মরক্ষার জন্য মেয়েদের গুঁড়া মরিচ এবং ছুরি রাখা, জেন্ডার সেনসিভিটি ট্রেনিং এবং আইনের পরিবর্তন বিষয়ে প্রচারণা চালানো হয়।Medlemmarna av Red Brigade (“röda brigaden”) från en liten by i Lucknow [sv], huvudstad i delstaten Uttar Pradesh, har bestämt sig för att ta saken i egna händer genom att vidta direkta åtgärder mot sexuella trakasserier.
38উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌর একটি ছোট্ট গ্রামের দ্য রেড ব্রিজের সদস্যরা যৌন নিপীড়ন রোধ করার সুরাহার বিষয়টি নিজেদের হাতেই তুলে নিয়েছে।
39২০১০ সালে ২৫ বছর বয়সী স্কুল শিক্ষক উষা বিশ্বকর্মা দ্য রেড ব্রিজ প্রতিষ্ঠা করেন। গুলাবি গ্যাং প্রতিষ্ঠার চার বছর পরে এটা প্রতিষ্ঠিত হয়েছে।Ledaren för the Red Brigade är den 25-åriga läraren Usha Vishwakarma, som började verksamheten under 2010, cirka fyra år efter att Gulabi Gang (“gulabigänget”) påbörjade sin verksamhet.
40নিজেরাই মাঠে নেমে পড়েছে। গুলাবি গ্যাং।Båda grupperna består av kvinnor som huvudsakligen kämpar mot kvinnomisshandel och våld i hemmet.
41ছবি নেয়া হয়েছে লেসালে'র ফ্লিকার অ্যাকাউন্ট থেকে। সিসি বিওয়াই - এনসি - এসএ ২.Gulabi Gang bekämpar även barnäktenskap, motarbetar korruption och försvarar rättigheterna för daliter [sv] (översättarens anmärkning).
42০ ২০১০ সালে গুলাবি গ্যাং নিয়ে পিঙ্ক শাড়ি নামে একটি সিনেমা বানানো হয়েছিল।Gulabi Gang var föremål för filmen Pink Sari's, som kom ut 2010.
43তবে রেড ব্রিজ তুলনামূলকভাবে কম বয়সী নারীদের একটি সংগঠন। এখানকার সদস্যদের বেশিরভাগের বয়স ১১ থেকে ২৫ বছর।Hursomhelst, så är Red Brigade en yngre version i jämförelse med Gulabi Gang och består av flickor i åldrarna 11 till 25 år.
44গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রেড ব্রিজের সদস্যরা পদক্ষেপ নেয়:Brittiska dagstidningen Guardian skrev att medlemmarna av Red Brigade tar till följande åtgärder:
45যারা হয়রানি করবে, তাদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিবে।Direkt handling mot deras plågoandar.
46আর স্থানীয় পুরুষরা যখন লাইনের বাইরে আসবে, তখন রেড ব্রিজের নারীরা তার কাছে যাবে।Nuförtiden, när en man från byn inte håller sig till reglerna, kan han förvänta sig ett besök från gruppen.
47রেড ব্রিজের নারীরা।Red Brigade-tjejerna.
48রেড ব্রিজ ব্লগের স্ক্রিনশট নেয়া হয়েছে।Skärmdump från Red Brigade's Blogg
49লাল এবং কালো সালোয়ার কামিজ পরা নারীদের বেশিরভাগই অতীতে সহিংসতার শিকার হয়েছিলেন।Klädda i röda och svarta salwaar kameez (traditionell indisk klänning) har många av tjejerna tidigare fallit offer för våld.
50তারা এখন মার্শাল আর্ট প্রশিক্ষণ নিচ্ছেন, প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।Nu tar de lektioner i kampsporter och deltar i protester och demonstrationer.
51যদি কোনো পুরুষ কোনো নারীকে হয়রানি করে, তবে তাকে তা বন্ধ করার নির্দেশ দেয়া হয়।Om en man tas på bar gärning medan han trakasserar en kvinna så uppmanas han att sluta.
52তবে তিনি সেটা বন্ধ না করলে, ঘটনা অনেকদূর পর্যন্ত গড়ায়।Om han inte slutar så kan konsekvenserna eskalera, han kan straffas genom offentligt förlöjligande eller våld.
53তাকে জনসম্মুখে এনে বিদ্রুপ করা হয়।Våld har dock bara tillgripits vid ett tillfälle.
54কখনো শাস্তিও দেয়া হয়। তারা একবারই শুধু এরকম শাস্তি দেয়।På frågan var hennes mod kommer från svarade ledaren för gruppen, Usha Vishwakarma på följande sätt:
55তাদের এই সাহস কোথা থেকে আসে এমন প্রশ্নের জবাবে দলের নেতা উষা বিশ্বকর্মা বলেন:När du lider, får du mod. När du faller offer, får du mod.
56আপনি যখন ভুক্তভোগী হবেন, তখন আপনার সাহস আসবে। আপনি যখন ঘটনার শিকার হবেন, আপনি সাহস পাবেন।När de inte kämpar för sin sak, så fortsätter Red Brigade-medlemmarna deras utbildning för att göra karriär:
57তারা শুধু নারী নির্যাতন প্রতিরোধে লড়াই করে যাচ্ছেন না, তারা পড়াশুনার মাধ্যমে তাদের ক্যারিয়ারও গড়ে নিচ্ছেন:#NewsPositive från #ABPNews träffar tjejerna från Red Brigade i Lucknow som jobbar på att göra dem själva starkare. http://t.co/a2ppfNHz6e
58এবিপিনিউজের ইতিবাচক খবর। লক্ষ্ণৌর রেড ব্রিজের মেয়েরা নিজেদের আরো শক্তিশালী করে গড়ে তুলছে।Träffa Indiens Red Brigade i Lucknow, de skyddar kvinnor och flickor från våldtäktsmän!!! http://t.co/WogM9Cygyh
59লক্ষ্ণৌর ভারতীয় রেড ব্রিজের মেয়েদের সাথে দেখা হলো।Den 23 augusti samlades aktivister och journalister på Hutatama Chowk i södra Mumbai (Bombay) i en tyst protest.
60তারা নারী এবং মেয়েদের ধর্ষকদের হাত থেকে রক্ষা করছে!!!Oppositionspartierna tog upp frågan i riksdagen och olika organisationer höll demonstrationer i flera städer.
61আগস্ট মাসের ২৩ তারিখে অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকরা দক্ষিণ মুম্বাইয়ের হুতাতামা চকে মৌন প্রতিবাদের জন্য জড়ো হয়েছিলেন।
62বিরোধী দল বিষয়টি সংসদে তোলে।Vad de kanske saknar är mer proaktiva personer, såsom medborgargardister.
63বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে র‌্যালির মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করে।Uppdatering: Söndagen den 25 augusti 2013 grep polisen i Mumbai (Bombay) alla de fem män som var efterlysta i samband med gruppvåldtäkten av fotojournalisten.
64সর্বশেষ: ২৫ আগস্ট ২০১৩, রবিবারে মুম্বাই পুলিশ ফটোসাংবাদিককে গণধর্ষণের সাথে যুক্ত পাঁচ অভিযুক্ত গ্রেফতার করে।
65অভিযুক্ত পাঁচজনের সবচে' বড়জনের বয়স ২৫ বছর। সবচে' কম ধর্ষকের বয়স মাত্র ১৬ বছর।Den äldste av männen är 25 år gammal och den yngste av dem misstänks vara 16.