Sentence alignment for gv-ben-20120528-27307.xml (html) - gv-swe-20120531-2725.xml (html)

#benswe
1রিও+২০ কে এগিয়ে নিতে তরুণদের প্রতি বয়োজ্যোষ্ঠদের আহ্বানÄldre ledare uppmanar unga att hjälpa till att visa vägen på Rio+20
2ধরুন, যদি আর্চবিশপ আর্চবিশপ ডেসমন্ড টুটুর মত কিংবদন্তি নেতা তাদের চিন্তাধারা, প্রভাব ও অভিজ্ঞতা পাঠাতে ব্লগিং, ইউটিউব, ফেসবুক ও টুইটারের শক্তি ব্যবহার করতেন।[Alla länkar går till engelskspråkiga sidor om inte annat anges.] Tänk dig om legendariska ledare som ärkebiskop Desmond Tutu [sv] använde den makt som utgörs av bloggar, YouTube, Facebook och Twitter för att förmedla sina idéer, sitt inflytande och sina erfarenheter.
3না, অপেক্ষা করুন।Nej, vänta.
4কল্পনা করবেন না।Tänk dig inte.
5TheElders.org দেখুন এবং নিজেই অভিজ্ঞতা অর্জন করুন।Besök TheElders.org och upplev det själv.
6“The Elders” (“De äldste”) är en “oberoende grupp av världsledare som arbetar för fred och mänskliga rättigheter” som grundades år 2007 av Nelson Mandela.
7২০০৭ সালে নেলসন ম্যান্ডেলা কর্তৃক নির্মিত এবং ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো কারদসো, আয়ারল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক দূত ম্যারি রবিনসন, নরওয়ের প্রথম নারী প্রধানমন্ত্রী গ্রো ব্রান্ডটল্যান্ড, ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট এবং শান্তিতে নোবেল বিজয়ী মার্তি আহতিসারি, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেল বিজয়ী জিমি কার্টারের মত বিশ্বনেতা এবং আরো অনেকের অংশগ্রহণে - দি এল্ডার্স হল “একটি স্বাধীন দল যারা একসাথে শান্তি ও মানবাধিকারের জন্য কাজ করেন”।Ibland medlemmar finns världsledare som Fernando Cardoso, Brasiliens före detta president, Mary Robinson, Irlands första kvinnliga president och FN:s före detta högkommissarie för mänskliga rättigheter, Gro Brundtland , Norges första kvinnliga statsminister, Martti Ahtisaari, Finlands före detta president and Nobels fredspristagaren Jimmy Carter USA:s före detta president, samt många fler. Till skillnad från många andra grupper som, på sina egna sätt, arbetar med samma syfte runt om i världen, så tycks den här gruppen vilja ge sig ut på gatorna för att sprida sitt budskap.
8একই উদ্দেশ্যে গঠিত আরো অনেক দলের মত নিজের প্রচলিত বিষয়ে না গিয়ে এই দলটি ভিন্ন সড়কে গিয়েছে।Det vill säga, de virtuella gator som finns på “World Wide Web”.
9এই সড়ক হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারা বিশ্বে মানুষের যোগদানে সাহায্যের জন্য ব্লগারদের কাছে গিয়েছেন।De har sökt kontakt med bloggare över hela världen för att involvera så många som möjligt i konversationen.
10গিয়েছেন। এনভায়রনমেন্টালগভার্নেন্স.Marija Bingulac, en bloggare på EnvironmentalGovernance.org, påpekar:
11অর্গ (EnvironmentalGovernance.org) থেকে ব্লগার মার্জিয়া বিঙ্গুলাক দেখিয়েছেন:
12এই দশ সদস্যের দলটি স্বাধীন নেতৃবৃন্দের দ্বারা গঠিত যারা কোন কার্যালয়ে নেই এবং তাদের উপর সরকারি বা জাতীয় বন্ধন নেই।Gruppen med tio medlemmar består av oberoende ledare som inte innehar några offentliga ämbeten och inte är officiellt bundna till någon regering eller politisk dagordning.
13দি এল্ডার্সের সমন্বয় ও নেতৃত্বের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে পূর্ব-সম্পর্ক গড়েছে।“The Elders” har ett sedan tidigare etablerat förhållande till den internationella gemenskapen byggt på integritet och ledarskap.
14তারা শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় কাজ করেন।De arbetar med att skapa bestående fred och att förbättra mänskliga rättigheter.
15এল্ডার্স+ইয়ংগার্স একটি পাবলিক ফোরাম এবং বাইরের অংশগ্রহণকে স্বাগত জানায়।“Elders+Youngers” (“Äldre+Yngre”) är ett offentligt forum som välkomnar medverkan utifrån.
16এল্ডার্স+ইয়ংগার্স (মাঝখানে ডেসমন্ড টুটু)The Elders + The Youngers ("De äldre + de yngre")
17রিও+২০ উপলক্ষে, ২০১২ এর ২০-২২ জুন জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলনে, দি এল্ডার্স সমর্থন ও তাদের কাজকে এগিয়ে দেয়ার জন্য কয়েকজন “তরুণকে” আমন্ত্রণ জানিয়েছেন। ““আমাদের ক্ষমতার বাইরে বিলাসিতার উন্নয়ন কি গ্রহণযোগ্য?”Med anledning av Rio+20 [en], som förväntas bli Förenta nationernas största konferens genom tiderna, från 20 till 22 juni 2012, så har “The Elders” bjudit in flera “Youngers” (Yngre) för att bidra till att stödja och föra fram deras insatser.
18শিরোনামে একটি আলোচনায় তি এল্ডার্স ব্লগে, ডেসমন্ড টুটু বৈশ্বিক গ্রহণীয় ব্যাপার সম্পর্কিত একটি মজার প্রশ্ন করেনঃI en diskussion med titeln “Är hållbar utveckling en lyx som vi inte har råd med?” på bloggen “The Elders” ställer Desmond Tutu en intressant fråga angående globala lösningar för hållbar utveckling:
19যে চ্যালেঞ্জগুলোর সাথে আমরা সবাই মুখোমুখি হচ্ছি তা খুব পরিষ্কার দারিদ্র্য আমাদের সামাজিক অবস্থা; ক্ষয়প্রাপ্ত বাস্তুসংস্থান; জলবায়ু পরিবর্তনের উপর বিরূপ প্রভাব ফেলছে…এবং এখনো আমাদের অঙ্ক নেতাই এই চ্যালেঞ্জগুলো তাদের ডানহাতের উপর ছেড়ে দেন…De stora utmaningar som vi alla står inför är tydliga: fattigdom tär på vår sociala struktur; våra försvagade ekosystem; det väldokumenterade hotet om klimatförändring… Och ändå har så många av våra ledare en tendens att sätta dessa utmaningar längst ner på dagordningen…
20আমার প্রশ্ন হল, সত্যিই, কেন আমাদের নেতারা আপনাদের চেয়ে বেশি চিন্তা করেন না?Min fråga är egentligen hur det kommer sig att våra ledare inte tänker mer som du själv?
21এই অনলাইন আলোচনাসমূহে, দি এল্ডার্স নির্ভীকভাবে আজকের বিশ্বের সত্যিকার প্রশ্নগুলো জিজ্ঞাসা করছেন, এমনকি ২০ বছর পরের উন্নয়নসমূহও বুদ্ধিজীবীদের কাছে পরিচিত হয়েছেন।I den här serien online-diskussioner verkar “The Elders” inte rädda att ställa de verkliga frågor som världen står inför idag, hela 20 år efter att begreppet ‘hållbar utveckling' introducerades för den stora massan.
22গ্রো ব্রান্ডটল্যান্ড একটি আলোচনার উপর জোর দেন:Gro Brundtland understryker i en diskussion:
23এ বছর আমাদের রিও ভূ-সম্মেলনের বিশ বছর পূর্তি পালন করা উচিত - এবং এখনো সাতশ কোটি মানুষ এই ভঙ্গুর গ্রহে আছে, তাদের অনেকেই মারাত্মকভাবে খাদ্য, পানি ও মৌলিক অর্থনৈতিক নিরাপত্তার অভাবে রয়েছে।I år borde vi fira Rio-konferensens 20-årsjubileum - och det är nu sju miljarder människor som samexisterar på vår ömtåliga planet, av vilka många lider farlig brist på mat, vatten och grundläggande ekonomisk trygghet.
24আরেকটি অনুচ্ছেদে, ডেসমন্ড টুটু বলেন:I ett annat inlägg säger Desmond Tutu:
25আপনাদের অনেকেরই প্রায় ২০ বছর আগে, প্রথম ভূ-সম্মেলনের কথা মনে থাকবে, যখন একটি নতুন ধারণা ‘সহনীয় উন্নয়ন' সারা বিশ্বে ধ্বনিত হল…Många av er minns den första Rio-konferensen för precis 20 år sedan, när en ny idé, ‘hållbar utveckling', ekade över världen…
26তারপর থেকে, যাহোক, পরিবর্তন হয় নি বললেই চলে…Sedan dess har dessvärre alltför lite förändrats…
27আমরা ভবিষ্যৎ প্রজন্মের কণ্ঠস্বর নিশ্চিত করতে চাই- যারা এই গ্রহের উত্তরাধিকারী - এবং বিশ্ব নাগরিক, তাদের কণ্ঠ উচ্চ এবং স্পষ্ট।Vi vill se till att de framtida generationernas stämmor - de som kommer att ärva den här planeten - och alla världsmedborgare hörs klart och tydligt.
28তার ঐ বার্তা অনুযায়ী অনেক ব্লগে তরুণদের প্রতি বার্তা দেয়া হয়েছেঃ “যেখানে আমরা ব্যর্থ হয়েছি সেখানে তোমাদের সাফল্য অর্জন করতে হবে।”Som följd på meddelandet uppges han på många bloggar ha sagt till “The Youngers” (De yngre): “Ni måste lyckas där vi inte räckte till.”
29তরুণ অংশগ্রহণকারীদেরকে নাইজেরিয়া, চীন, সুইডেন, ও ব্রাজিল থেকে যারা বিনা সংকোচে সরাসরি প্রশ্ন করেছে, তারা এই দলের নেতৃবৃন্দ দ্বারা নির্বাচিত।De unga motparterna, som är valda av ledargruppen och som är från Nigeria, Kina, Sverige och Brasilien drar sig inte heller för att ställa djärva frågor.
30তরুণদের মধ্যে ব্রাজিলের পেদ্রো টেলেস ঐ সাইটে একটি আলোচনা শুরু করেছে, “মানুষ, লাভ ও পরিবেশ- আমরা কি সবগুলোকে ভারসাম্যে রাখতে পারি?” এই প্রশ্নের মাধ্যমে:En av “The Youngers”, Pedro Telles från Brasilien, började en diskussion på sajten genom att ställa frågan “Människor, vinst och miljö - kan vi balansera dem alla?”:
31আমার কাছে মনে হয় যে আমরা তখনই সত্যিকারভাবে অর্থনৈতিক উন্নয়নে পৌঁছতে পারব যখন অন্য কিছু বাদে আমাদের অর্থনীতি মানুষের সেবা ও পরিবেশ রক্ষায় সাহায্য করবে…Jag tror att vi bara kan nå verklig ekonomisk framgång när vi har en ekonomi med syfte att tjäna folket och bevara miljön, och inte tvärtom…
32আমাদের নতুন কিছু প্রয়োজন।Vi behöver någonting nytt.
33এবং মনে হচ্ছে যে সহনীয় উন্নয়ন শুধু লক্ষ্যই নয়, সেখানে যাওয়ার পথও বটে।Och hållbar utveckling verkar inte bara vara målet, utan även vägen för att komma dit.
34গ্রো ব্রান্ডটল্যান্ড ১৯৮০ এর শেষে জাতিসংঘ কমিশনে তার অভিজ্ঞতার আলোকে পেদ্রোর প্রশ্নের উত্তর দেন এবং বলেনঃGro Brundtland svarar på Pedros fråga genom att hänvisa till sina erfarenheter från en FN-kommission hon ledde i slutet av 1980-talet och säger:
35আমি তোমার যে কোন একটি বিষয়ে বলতে চাই, যেখানে তুমি প্রত্যেকটি ক্ষেত্রের ব্যর্থতার ব্যাপারে জিজ্ঞাসা করেছ।Jag skulle speciellt vilja ta upp en av dina punkter, den där du frågar på vilket sätt de olika sektorerna inte lyckas ge resultat.
36এটি নিশ্চিতভাবেই সঠিক প্রশ্ন কারণ আমরা সমাজের প্রত্যেকটি ব্যাপারে আমরা যা ভাবি তুমি তাই চেয়েছ।Det är precis rätt fråga att ställa, för du kräver redan att vi ska tänka på varje enskild del av samhället.
37এরকম চিন্তা এখনো দুষ্কর, এবং অবশ্যই ভারসাম্য রক্ষার চাবি যা তুমি বলেছ।Sådant tänkande är fortfarande alltför sällsynt, och där finns givetvis lösningen på den balansakt du beskriver.
38তারা নিজেদেরকে এই মহাবিশ্বের অতিমানবের মত এই গ্রহে সহনীয় উন্নয়ন ঘটানোর জন্য দি এল্ডার্স অ্যান্ড দি ইয়ংগার্স বলছেন।De kallar sig The Elders and The Youngers (“De äldre och de yngre”), som ett gäng intergalaktiska superhjältar utsända för att bringa hållbar utveckling för att befria planeten.
39তাই পরবর্তীতে আপনার মনে হবে যে আপনি নোবেল বিজয়ী ও সাবেক প্রেসিডেন্টদের সাথে বৈশ্বিক বিষয়ে কথা বলছেন, এবং এক কাতারে আনছেন।Så nästa gång du får lust att chatta om världsfrågor med Nobels fredspristagare, före detta presidenter och liknande, skriv en rad i en av deras diskussioner.
40আরো ভালো হয়, তরুণদের কাজের সফলতায় যোগ দিন যেখানে আমাদের বয়োজ্যেষ্ঠরা ব্যর্থ হয়েছেন।Eller ännu hellre, ta del i “The Youngers” ansträngningar för att lyckas där våra äldste inte gjorde det.