# | ben | swe |
---|
1 | ব্রাজিলঃ ল্যাটিন আমেরিকার অপ্রতুল জেল ব্যবস্থা | Brasilien: Det bristfälliga fängelsesystemet i Amerika |
2 | ল্যাটিন আমেরিকানিস্ট ব্লগ সম্প্রতি ঘটে যাওয়া ল্যাটিন আমেরিকার কারাগার ব্যবস্থার সংকটগুলো নিয়ে উদ্বিগ্ন: হন্ডুরাসের জেলে আগুনে শত শত লোক নিহত হয়েছেন, মেক্সিকোর জেলে রায়ট আর পেরুতে পালিয়ে যাওয়া বন্দীর ঘটনা। | The Latin Americanist sammanfattar händelserna som nyligen inträffade, gällande kriminalvårdssystemet i Latinamerika: en brand som dödade hundratals i ett fängelse i Honduras, fängelseupplopp i Mexiko och förrymda interner i Perú. |
3 | এই সকল ঘটনা মহাদেশের অন্যান্য দেশকে তাদের জেলের ব্যবস্থা নিয়ে পুনরায় গভীরভাবে ভাবতে বাধ্য করছে, কিন্তু এর ফলে কি অর্থবহ সংস্কার হবে নাকি একই ধরনের দূর্ঘটনা আবার ঘটবে? | Dessa händelser gör möjligtvis att andra länder utvärderar sina fängelsesystem, men kommer detta att bli till meningsfulla reformer eller mer av samma tragedier? |
4 | তাদের পোস্ট “একটা ট্রাজেডির ধারাভাষ্যতে” তারা একটা তথ্যচিত্র থেকে নিম্নের অংশ তুলে ধরেছে ব্রাজিলের কারাগার ব্যবস্থার সমস্যা নিয়ে যার মধ্যে অতিরিক্ত বন্দীর চাপ আছে। | I deras inlägg Chronicle of a Tragedy Foretold (‘Krönika om en förutsagd tragedi') inkluderar de de följande filmerna från en dokumentär om problemen inom kriminalvårdssystemet i Brasilien, bland annat överbeläggning. |
5 | ভিডিও চিত্র পর্তুগিজ ভাষায় ইংরেজী সাবটাইটেল সহ: | Videon är på portugisiska och har engelska undertexter. |
6 | আদেল রিভস আর লিয়েন্দ্রো ভিলাকা পরিচালনা আর প্রযোজনা করেছেন “ব্রাজিলের সূর্যের নীচে” নামক প্রামাণ্য চিত্রটি। | Under the Brazilian Sun (‘Under den brasilianska solen') är en dokumentär regisserad och producerad av Adele Reeves och Leandro Vilaca. |
7 | এটায় কারাগার ব্যবস্থার সম্ভাব্য সকল দিক নিয়ে বলা হয়েছে, যেখানে বর্তমান আর পূর্বের বন্দীদের, তাদের পরিবার, রক্ষী, পুলিশ অফিসার, কারা প্রধান, মানবাধিকার দল আর অন্যান্যদের সাক্ষাতকার নেয়া হয়েছে। | Den berättar fängelsesystemets historia från alla möjliga sidor. Den intervjuar nuvarande och före detta fångar, deras familjer, vakter, poliser, chefer för fängelsen, människorättsgrupper med flera. |
8 | তাদের প্রামাণ্য চিত্রের ট্রেলার থেকে বর্ণনা নীচে রয়েছে: | Från deras dokumentärtrailers beskrivning: |
9 | এই প্রামাণ্য চিত্র দেখা আবশ্যক কেবল মাত্র এই কারণে না যে এটা সত্য আর চাছাছোলা ভাবে ব্রাজিলের কারা ব্যবস্থা তুলে ধরেছে, বরং এই কারণেও যে এটায় গভীরভাবে আলোচনা করা হয়েছে এটা কেন এবং কি করে হচ্ছে আর একই সাথে ভবিষ্যৎে পরিবর্তনের জন্য কি করা যেতে পারে। | Inte bara är filmen ett måste att se på grund av sin ärliga och brutala porträttering av Brasiliens fängelsesystem, men även på grund av att det är en djupgående analys av varför och hur detta händer, samt en titt på vad som kan göras för att förändra förhållandena i framtiden. |
10 | “ব্রাজিলের সূর্যের নীচে” প্রামান্যচিত্র ইউটিউবে পাওয়া যাবে, নীচে এর প্রথম অংশঃ | Dokumentären finns på YouTube, nedan är den första delen: |