# | ben | swe |
---|
1 | ভারতঃ অবৈধ এসফল্ট প্ল্যান্ট দূষণ গ্রামবাসীদের ক্যান্সারের কারন | Indien: Föroreningar från olaglig asfaltsanläggning ger bybor cancer |
2 | কয়েকটি অবৈধ এসফল্ট কারখানার দূষণের কারনে রাজস্থানের একটি অঞ্চলের গ্রামবাসীদের মোট জনসংখ্যার ১০% শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন এবং দূষণের কারনে ঐ অঞ্চলের শস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিডিও ভলেন্টিয়ারস ইন্ডিয়া আনহারড- নামক প্রকল্প এ তথ্য জানিয়েছে। | Video Volunteers projekt “India Unheard” [en] avslöjar de problem ett samhälle Rajasthan står inför just nu: föroreningar från ett flertal olagliga asfaltsfabriker orsakar andningssvårigheter hos 10% av befolkningen, samtidigt som de påverkar grödorna på de lokala bondgårdarna. |
3 | ঐ অঞ্চলের অধিবাসীরা পাশের অঞ্চলে বসবাসকারী সুনিতা কাসেরাকে অভিযোগ করেন যে, কারখানাগুলোর কারনে তাঁদের অনেকেই ক্যান্সার ও শ্বাসপ্রশ্বাস জনিত রোগে আক্রান্ত হয়েছেন। | Sunita Kasera [en], som bor i ett närliggande samhälle, har dokumenterat lokalbefolkningens kritik mot de föroreningar som gjort att många insjuknat i cancer eller luftvägssjukdomar. |
4 | আক্রান্তদের চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন। দূষণের কারনে তাঁদের শস্য উৎপাদনও কমে গেছে। | De som är sjuka behöver pengar till medicin, men samtidigt producerar deras åkrar - även de påverkade av luftföroreningarna - mindre skördar. |
5 | অন্যদিকে কারখানা মালিকরা বলছেন যে কারখানার কারনে অধিবাসীদের রুটিরুজির ব্যবস্থা হয়েছে আর দূষণ সংক্রান্ত কোন অভিযোগ তাঁরা পাননি। | Samtidigt hävdar fabriksägarna att befolkningen gynnas av anställningsmöjligheterna och lönerna, och att inga klagomål nått deras öron. |
6 | সুনিতা কাসেরা এই অভিযোগটি ডকুমেন্ট করেন। | Utdrag från beskrivningen av videon [en]: |
7 | ভিডিও বর্ণনায় বলা হয়েছেঃ রাজস্থানের কারুয়ালি জেলার আস্থাল গ্রামের বাতাস স্থানীয় অধিবাসীদের জন্য অসহনীয় হয়ে পড়ছে। | Själva luften i byn Asthal i Karuali-distriktet i Rajasthan har blivit innevånarnas fiende. |
8 | কাটার আগেই শস্য বিবর্ণ হয়ে যাচ্ছে আর ফলদ গাছগুলোতে ফল হচ্ছেনা। | Grödan tynar bort innan det hunnit bli dags för skörd och träden bär inte längre frukt. |
9 | গ্রামবাসীদের দশ জনের মধ্যে একজন ক্যান্সার অথবা যক্ষার মত মারাত্বক রোগে আক্রান্ত। | Var tionde bybo har drabbats av cancer eller blivit offer för en allvarlig form av tuberkulos. |
10 | অভিযোগের সকল আঙ্গুল গত দশ বছর ধরে চলে আসা প্রায় প্রতিদিন বিষাক্ত ধোঁয়া ও কালো ধুলা উদগারিত ৫ টি এসফল্ট কারখানার দিকে। | Allt pekar på de 5 asfaltsfabriker som pumpat ut giftig rök och svart damm nästan dagligen de senaste tio åren. |
11 | কারখানাগুলো যে অবৈধ তা প্রমানের জন্য এবং কারখানাগুলোকে গ্রাম থেকে বিতাড়িত করার জন্য কম্যুনিটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। | Insatser pågår för att bevisa att dessa fabriker är olagliga och få bort dem ifrån byn. |