Sentence alignment for gv-ben-20120415-25063.xml (html) - gv-swe-20120417-2490.xml (html)

#benswe
1সিরিয়া: স্বাধীনতার বীণা নামে পরিচিত সাফানা বাকলেহ, দামেস্কে গ্রেফতারSyrien: Safana Baqleh, “frihetsharpan”, arresterad i Damaskus
2যখন ৯ এপ্রিল তারিখে দামেস্কে, “আমাদের হত্যা করা বন্ধ করুন, আমরা এমন এক রাষ্ট্র চাই যা সিরিয়ার সকল নাগরিকদের জন্য ” নামক ব্যানার বহন করার অভিযোগে রিমা ডালিকে গ্রেফতার করা হয়, তখন সাফানা বালকেহ হচ্ছেন প্রথম ব্যক্তি যে এই ঘটনায় রিমাকে দ্রুত রক্ষার জন্য এগিয়ে আসে এবং নিরাপত্তা রক্ষীরা যেন রিমাকে তাদের সাথে নিয়ে যেতে না পারে, তার জন্য সে তাদের থামানোর চেষ্টা করে।Då Rima Dali arresterades [en] den 8 april för att hon höll en banderoll med texten: “Sluta med dödandet. Vi vill bygga ett land för alla syrier” var Safana Baqleh den första som kom rusande för att försvara henne och försöka stoppa säkerhetspolisen från att ta henne med sig.
3তার এই প্রচেষ্টার জন্য, অন্য একটিভিস্টদের সাথে সাফানাকেও গ্রেফতার করা হয়, যারা সিরিয়ার সংসদ ভবনের এক শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ গ্রহণ করছিল।Som resultat blev även hon arresterad, tillsammans med andra aktivister som deltog i den fredliga protesten framför det syriska parlamentet.
4১০ এপ্রিলে রিমাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সাফান সহ,হুসাইন দাহানা, আলই জিয়ান এবং আসেম হামশোর মত একটিভিস্টদের এখনো আটকে রাখা হয়েছে।Rima Dali släpptes den 10 april men Safana sitter kvar i häktet, liksom aktivisterna Hussam Dahna, Ali Zain och Assem Hamsho.
5সাফানার বাকলেহ-এর বয়স ৩০ বছর, সে এক সঙ্গীতজ্ঞ।Safana Baqleh, 30 år gammal, är musiker.
6সে বীণা বাজায়, এবং বন্ধু মহলে সে “স্বাধীনতার বীণা” নামে পরিচিত।Hon spelar harpa och kallas för “frihetsharpan” av sina vänner.
7১১ এপ্রিল তারিখে দামেস্ক অপেরা হাউজে তার এক অনুষ্ঠান করার কথা ছিল।Hon skulle ha gett en konsert på operahuset i Damaskus den 11 april.
8সে দামেস্কের একটি প্রতিষ্ঠিত সঙ্গীত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি লাভ করেছে এবং ইংরেজী ভাষা এবং সাহিত্যেও তার ডিগ্রি রয়েছে।Då hon tog sin examen från High Institute of Music i Damaskus fick hon med beröm godkänt och hon har även en fil kand i engelska språket och litteratur.
9সাফানা দৃঢ়ভাবে অহিংস প্রতিবাদে বিশ্বাসী এবং সে নুওয়াব সহবাব (সংসদের তরুণ সদস্য)-এর সদস্য ছিল, যে সংগঠন সংসদে তরুণদের উপস্থিতির বিষয়ে কাজ করে থাকে।Safana hyser en stark tro på motstånd utan våld och är medlem av Nuwab Shabab (“Unga parlementsledmöter”), en organisation som arbetar för en bättre representation av unga människor i det syriska parlamentet.
10২০০১ সাল থেকে সে সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক সদস্য।Hon har också arbetat som volontär för den arabiska Röda halvmånen i Syrien sedan 2001.
11সাফানা বালকেহ, স্বাধীনতার বীণা; ছবি একটিভিস্ট নিউজ এ্যাসোসিয়েশনের ফেসবুক পাতা থেকে নেওয়া হয়েছেSafana Baqleh, "frihetsharpan". Bild från Activist News Association på Facebook
12একটিভিস্টরা জানে না সাফানা এখন কি অবস্থায় আছে অথবা তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে।Aktivisterna vet inte var Safana befinner sig eller vad hon är anklagad för och är därför djupt oroade.
13যার ফলে তারা সাফানাকে নিয়ে গভীরভাবে চিন্তিত। তার এক বন্ধু, তার গ্রেফতার বিষয়ক সংবাদ প্রদান এবং মুক্তির দাবীতে ফেসবুকের একটি পাতা তৈরী করেছে।Hennes vänner har skapat en Facebook-sida [ar] för att dela nyheter om hennes kvarhållande i häkte och kräva att hon släpps.
14তার গ্রেফতার বিষয়ক তাজা সংবাদ টুইটারে # ফ্রিসাফানা নামক হ্যাশট্যাগের মাধ্যমে পাওয়া যাবে।Nyheter om hennes arrest kan också följas under hashtaggen #freesafana [ar, en]på Twitter.
15প্রতিবাদকারী এবং অবস্থান ধর্মঘটকারীরা, সাফানা, হুসাইন দাহানা, আলি জেইন, আসাম হামশাও এবং সকল ধরনের বিরোধিতার প্রতি সরকার যখন থেকে নিষ্ঠুর দমন করা শুরু করেছে, সেই সময় থেকে বন্দী সকল সিরীয় নাগরিকদের সাথে একাত্মতা ঘোষণা করেছে।Demonstrationer och sittstrejker har genomförts i solidaritet med Safana, Hussam Dahna, Ali Zain, Assem Hamsho och alla de syrier som fängslats sedan regimens brutala tillslag mot alla former av opposition började.
16নীচের এ ভিডিওতে দেখা যাচ্ছে যে একটিভিস্টরা, ১১ এপ্রিল তারিখে, দামেস্কের এক বিপণি বিতানের সামনে “ দয়া করা আমাদের হত্যা করা বন্ধ।Följande video visar aktivister som håller en banderoll med texten “Sluta med dödandet.
17আমরা এমন এক দেশ গড়তে চাই, যা সকল সিরীয় নাগরিকের জন্য” লেখা ব্যানার ধরে আছে।Vi vill bygga ett land för alla syrier” på ett köpcenter i Damaskus den 11 april.