# | ben | swe |
---|
1 | মিয়ানমারঃ রাখাইন গ্রাম আক্রান্ত | Myanmar: Rakhines bybor under attack |
2 | একজন রাখাইন মেয়েকে ধর্ষণের পর হত্যার সংবাদে মিয়ানমারের রাখাইনের মং তাউ- এ ব্যাপক দাঙ্গা হয়। | Nyheten att en flicka från Rakhine har våldtagits och dödats har utlöst ett enormt upplopp i Maung Taw, Rakhine, Myanmar. |
3 | গত ২৯ মে সকালে ঘাড়, কান ও গলায় আঘাতের ক্ষত চিহ্নযুক্ত মৃতদেহটি পাওয়া যায় [বার্মীজ]। | Den döda kroppen med märken från lemlästning på halsen, öronen och axlarna hittades på morgonen den 29 maj. |
4 | দ্রুতই তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় কিন্তু অনেকের ধারনা বিচারিক কার্যক্রম শম্ভুক গতিতে চলছে। | Tre misstänkta häktades omedelbart men många tyckte att den rättsliga processen tog för lång tid. |
5 | স্থানীয় প্রশাসনিক কার্যালয় ও থানার সামনে প্রায় ৭০০ রাখাইন বিক্ষোভ [বার্মীজ] করে। | Ca 700 Rakhine-bor genomförde en protest [my] framför polisstationen och de lokala myndigheterna. |
6 | এর কিছুদিন পর নয়জন মুসলিমকে বাস আক্রমনে হত্যা [বার্মীজ] করা হয়। সতর্ক অবস্থায় থাকা লোকজন ভুলক্রমে মনে করেছিল যে শিশুটির ধর্ষণকারী বাসে আছে। | Några dagar senare dödades [my] nio muslimer i en bussattack efter att väktare felaktigt hade antagit att barnvåldtäktsmannen befann sig ombord. |
7 | ঘটনার বর্ণনার সময় সরকারি পত্রিকা ‘কালা' শব্দ প্রয়োগ করেন। ইয়াঙ্গুনের মুসলিম সম্প্রদায় এ শব্দ ব্যবহারের প্রতিবাদ করেন। | Muslimer i Yangon protesterade mot användandet av termen “kala” i statliga tidningar som rapporterade om händelsen, vilken de anser är en förolämpande term. |
8 | তাঁদের মতে শব্দটি অপমানজনক। | Nätanvändare har aktivt diskuterat frågan. |
9 | নেটিজেনরা সক্রিয়ভাবে এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সহিংসতার ঘটনায় অনেকেই হতাশ, অনেকে প্রতিশোধের নির্বুদ্ধিতার বিষয়ে লিখেছেন, অনেকেই আবার জনগণকে ধর্মীয় বিরোধ ও অভিবাসী ইস্যুকে গুলিয়ে না ফেলার আবেদন জানিয়েছেন। | Somliga var frustrerade över våldet, vissa skrev om hur meningslöst det är att hämnas, medan andra vädjade till allmänheten att inte blanda ihop religiösa tvister med invandrarfrågor. |
10 | কিছুদিন আগে, রাখাইনে একদল সন্ত্রাসী উন্মুক্ত এলাকায় হামলা চালায়। | För några dagar sedan attackerade en grupp terrorister offentliga platser i Rakhine. |
11 | এ দাঙ্গা সম্পর্কে নেইং থু অং লিখেন [বার্মীজ]: | Naing Htoo Aung skrev [my] om upploppet: |
12 | শুক্রবারে মুসলিম জনতা খিয়াওউত মসজিদে নামাজের পর বের হয়ে এসে একটি গেস্ট হাউজ ও বেসরকারি ব্যাংকের ছাদ ধ্বংস করে। | En samling på tusen muslimer som just avslutat fredagsbönen i Kyaut-moskén attackerade några vandrarhem och förstörde taket på en privat bank. |
13 | দুপুরে তারা আরও অনেকগুলো গেস্ট হাউজ ও খাবারের দোকানে আগুন ধরিয়ে দেয়। | På eftermiddagen brände de ner ytterligare några vandrarhem och sex matserveringsstånd. |
14 | এ আগুন নিকটস্থ গ্রাম বো মু তে ছড়িয়ে পড়ে। | Branden spred sig till den närliggande byn Bo Hmu. |
15 | শহরের দুটি বাড়িও আগুনে ভস্মীভূত হয়। | Två hus i byn brändes också ner till grunden. |
16 | সন্ত্রাসীরা ইয়েই মায়েইং গ্রাম ও শয়ে ইন আয়ে গ্রামের বৌদ্ধ মন্দিরেও আক্রমণ করে। | Terrorister attackerade även byn Yay Myaing och ett buddistiskt munkkloster i byn Shwe Yin Aye. |
17 | সরকারি হাসপাতালেও আগুন লাগানো হয়, হাসপাতালের কর্মচারীরা রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে রক্ষা করেন। | Statliga sjukhus sattes också eld på och personalen fick skynda sig att rädda patienterna. |
18 | হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দারা পালিয়ে [বার্মীজ] বৌদ্ধ মন্দিরে আশ্রয় নেন। | Boenden nära sjukhuset var tvugna att fly [rki] och söka skydd i buddistkloster. |
19 | সরকারি প্রতিবেদন অনুযায়ী এ সংঘাতে আট জন প্রাণ হারিয়েছেন। | Enligt statliga rapporter dödades åtta personer i sammandrabbningarna. |
20 | রাখাইন গ্রাম জ্বলছে: ছবি- ইলেভেন মিডিয়া গ্রুপের ফেসবুক পাতা থেকে | En by i Rakhine i brand. Foto från Eleven Media Groups Facebooksida |
21 | সহিংসতা বিষয়ে মিয়ানমারের নেটিজেনরা ব্লগে আলোচনা করেছেন: | Nätanvändare i Myanmar bloggade också om våldet: |
22 | উচ্ছৃঙ্খলতা দমনের জন্য মিয়ানমার সরকার সামরিক বাহিনীকে প্রেরণ করেছেন কিন্তু নেটিজেনদের মতে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। | Myanmars regering skickade beväpnade styrkor för att stoppa vigilanterna men enligt rapporter från nätanvändare är situationen fortfarande inte under kontroll. |
23 | প্রায় পাঁচ ঘণ্টা পর মু তাও এ সরকার সামরিক আইন জারি করেন। | Ca 5 timmar senare utlyste regeringen undantagstillstånd i Maung Taw med omedelbar verkan. |
24 | ফেসবুক ব্যবহারকারীরা এ আক্রমণের দ্রুত নিন্দা জানিয়েছেন। | Facebookanvändare fördömde snabbt attackerna. |
25 | বাঙালি অভিবাসনকারী, যাদেরকে এ আক্রমণ শুরু করার জন্য দায়ী করা হয় - তাদের প্রতি বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেছেন। | Flertalet uttryckte sin ilska mot invandrare från Bengalen som har anklagats för att ha satt igång attackerna. |
26 | ডেমো অয়াইয়ান নামের একজন অনলাইন সক্রিয়তাবাদী রাখাইন জনগণের আরও নিরাপত্তা প্রদানের দাবি [বার্মীজ] জানিয়েছেন: | Online-aktivisten Demo Waiyan, krävde [my] mer skydd åt folket i Rakhine: |
27 | আমি মনে করি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্থানীয় রাখাইনদের প্রতি এটা একটা অপমান। | Jag antar att det är en skymf emot Rakhine-bor och statlig suveränitet. |
28 | আশা করি সশস্ত্রবাহিনী আমাদের রাখাইন নৃ গোষ্ঠীকে রক্ষা করবে। | Jag hoppas att de väpnade styrkorna ska skydda Rakhines folk. |
29 | এটা করে আপনারা আপনাদের সুনামকে সমুন্নত রাখুন। | Förbättra ert rykte genom att skydda folket. |
30 | জনগণের নিরাপত্তা নিশ্চিত করলে জনগণ আপনাদের পাশে এসে দাঁড়াবে। | Allmänheten skulle stå på er sida om ni skulle skydda deras säkerhet. |
31 | আমি অনুরোধ করছি রাখাইন জনগণের স্থানীয় নিরাপত্তার জন্য আরও অধিক সংখ্যক সৈন্য প্রেরণ করা হোক। | Jag ber er skicka mer väpnade styrkor för att skydda Rakhines folk. |
32 | জনগনের আত্মরক্ষার অধিকার নিশ্চিত করার বিষয়ে খ্যাও ইয় খিনে বলেন: | Kyaw Myo Khine hävdar folkets rätt till självförsvar: |
33 | আত্ম রক্ষার অধিকার আমাদের আছে। | Vi har rätt att försvara oss. |
34 | আমি আশা করি দাস্ক [দাও অং সান সু চি] বুঝবেন যে বিষয়টা সংখ্যালঘুদের দোষারোপ করার বিষয় নয়। | Jag hoppas att DASSK [Daw Aung San Suu Kyi] förstår att detta inte är ett fall av förtryck av en minoritet. |
35 | তাঁরা কোনভাবেই সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য নয়। | De är ändå inte i minoritet. |
36 | এটা নিছক সার্বভৌমত্ব ইস্যু, এটা কেবলি সন্ত্রাস এবং তাঁরা আমাদের স্বাধীনতার শত্রু। | Det är ett fall av suveränitet och det är terrorism och de är frihetens onda fiender. |
37 | গত জানুয়ারিতে অন্তরীণ অবস্থা থেকে মুক্তি পাওয়া এইট এইট জেনারেশনের নেতৃবৃন্দ বলেন রোহিঙ্গাদের (বাঙালি অভিবাসী) মিয়ানমারের নৃ জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি প্রদান করা উচিত নয়। | 88 generation-ledare som frisläpptes från häktet i januari sa att Rohingya (invandrare från Bengalen) inte borde bli erkända som en etnisk grupp i Myanmar. |
38 | কো কো গাই নামের একজন রাজনৈতিক নেতা বলেন [বার্মীজ], তাঁদের নাগরিক অধিকার থাকতে পারে যদি তাঁরা প্রমান করতে পারে যে দীর্ঘ দিন থেকে তাঁরা মিয়ানমারে বসবাস করে, এবং যদি তাঁরা দেশের একমাত্র নৃ গোষ্ঠীর ভাষায় কথা বলতে পারে। | Ko Ko Gyi, en politisk ledare, sa [my] att de kunde få medborgarrättigheter om de kunde bevisa att de redan hade bott i Myanmar i många år och om de kunde tala ett av landets etniska språk. |
39 | [ নোট: এটা মিয়ানমারের বাইরে যারা থাকেন তাঁদের চিন্তার সাথে মিল খুজে পাওয়া যায় যে তারা মনে করেন রোহিঙ্গা জনগণ জগতের অত্যন্ত কষ্টকর অবস্থায় থাকা সংখ্যালঘু।] | [Anm: Detta står i kontrast till den vanliga uppfattningen utanför Myanmar att Rohingya-folket är ett av världens mest förföljda minoritetsgrupper.] |
40 | অন্যদিকে প্রবাসী প্রচার মাধ্যম ও কিছু বড় প্রচার মাধ্যম যেমন চ্যানেল নিউজ এশিয়া এ আক্রমণকে ধর্মীয় দ্বন্দ্ব বলে উল্লেখ করায় কিছু নেটিজেন এ বিষয়ে মর্মাহত হয়েছেন। | Å andra sidan var ett antal nätanvändare besvikna på exilmedia och vissa mediajättar som t.ex. Channel News Asia efter att de beskrev attacken som en religiös konflikt. |
41 | মূল ধারার প্রচার মাধ্যমে বেঠিক প্রতিবেদন করায় মোয় সেট সমালোচনা করেন: | Myo Set kritiserade de traditionella mediernas “felaktiga” rapportering: |
42 | মিয়ানমারের কট্টর জাতীয়তাবাদী এবং সামাজিক সক্রিয়তাবাদীরা এ ধরনের বর্ণ বাদী উত্তেজনার ক্ষেত্রে প্রধান লবিস্টের ভুমিকা পালন করে বলে বিখ্যাত বহিষ্কৃত প্রচার মাধ্যমের গ্রুপগুলো মনে করে। | Berömda exilmediegrupper betraktades av extremnationalister och sociala aktivister i Myanmar som de största lobbyisterna som orsakar rasmotsättningar. |
43 | কো কো কাই সতর্ক করেন যে এ ধরনের গোলমেলে পরিস্থিতিতে বহিঃ শক্তির চাপ নিয়ন্ত্রকের ভুমিকা পালন করতে পারে। | Ko Ko Kyi varnade för att exilpåtryckningar kan vara en av de bidragande faktorerna för sådana kaotiska förhållanden. |
44 | মিয়ানমার সরকারের একজন কর্মকর্তা তাঁর অফিসিয়াল ফেসবুক পাতায় অনুরোধ করেছেন যে প্রবাসী বার্মিজ প্রচারমাধ্যম গুলোর এ দাঙ্গা কে ধর্মীয় দ্বন্দ্ব বলে আখ্যায়িত করা উচিত নয়। | En medlem i Myanmars regering har på sin officiella Facebooksida begärt att burmesisk media i exil inte ska beskriva upproren som religiösa konflikter. |
45 | কিছু সংখ্যক বার্মিজের ফেসবুকে এ ধরনের প্রচার মাধ্যম গ্রুপ ও লবিস্টদের বয়কট করার আহবান দাবানলের মত ছড়িয়ে পড়ে। | Ett antal burmeser som vädjade om bojkott av dessa mediegrupper och lobbyister spred sig som en skogsbrand på Facebook. |
46 | এ ধরনের আন্তর্জাতিক (transnational) সমস্যা নিছক ধর্মীয় সংঘাত নয় বরং এ সমস্যার সিংহ ভাগ মিয়ানমারের অভিবাসন ব্যুরো কর্তৃক সৃষ্ট মর্মে রাজনৈতিক সক্রিয়তাবাদীরা গুরুত্ব আরোপ করেন। | Politiska aktivister betonade att denna transnationella fråga inte bara är en religiös konflikt utan ett enormt problem som orsakats av Myanmars invandrarmyndigheter. |
47 | তাঁরা বলেন মং দাও এ স্থানীয় রাখাইনরা (আরাকানিজ) দীর্ঘদিন ধরে দুর্নীতিবাজ সীমান্ত রক্ষীদের নির্যাতনের শিকার। | De sa att de lokala Rakhineserna (Arakaneser) länge har lidit av problem som skapats av korrupta anställda vid säkerhetsstyrkorna vid gränsen vid Maung Daw. |
48 | যদিও মিয়ানমারের নেটিজেনদের মধ্যে টুইটার কোন জনপ্রিয় অনলাইন প্রচার মাধ্যম না তারপরেও বিস্ময়করভাবে নেটিজেনরা রাখাইনের দাঙ্গার বিষয়ে তাঁদের মতামত, দৃষ্টি ভঙ্গী আলোচনার জন্য টুইটারের আশ্রয় নিয়েছেন। | Förvånansvärt nog, även om Twitter inte är ett populärt internetverktyg bland Myanmars nätanvändare, blev det platsen för diskussioner och utbyte av synpunkter om upploppen i Rakhine. |
49 | পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নেটিজেনরা # মিয়ানমার অথবা #বার্মা, #রোহিঙ্গা এবং # রাখাইন হ্যাস্ট্যাগ ব্যবহার করছেন। | Nätanvändare använde hastaggarna #Myanmar eller #Burma, #Rohingya och #Rakhine för att övervaka situationen. |
50 | আক্রমন সম্পর্কে এখানে কিছু টুইট তুলে ধরা হল। | Här är några tweetar om attacken. |
51 | @মেনেইন ঃ #রোহিঙ্গারা উদ্বাস্তু হলে কি করে তাঁরা সশস্ত্র হল? | @maynyein: Om #Rohingya är flyktingar, varför är de då beväpnade?? |
52 | ? কোথা থেকে তাঁরা অস্ত্রগুলো পেল? | Var får de vapen ifrån?? |
53 | ? এটা পরিষ্কারভাবেই # সন্ত্রাসী হামলা। | Det är en tydlig #Terrorist -attack. |
54 | @নায়ান্থুলিন: আশা করি #মিয়ানমার #বার্মাতে # রাখাইন জনগোষ্ঠী নিরাপদেই আছে ! | @nyanhtunlinn: Jag önskar #Rakhine -folket är säkra i #Burma # Myanmar! |
55 | আমাদের পক্ষে থাকুন #বিবিসি #সি এন এন # আলজাজিরা ! | Kämpa med oss #BBC #CNN #Aljazeera ! |
56 | দয়া করে …সঠিক প্রতিবেদন দিন! | Rapportera sanningen…snälla! |
57 | @ফরগেটমিফ্রেড: @ক্যাপ্টেন_ আমারিতো সত্য হল এই যে হাজারও #বাঙালি যারা #রোহিঙ্গা নামে পরিচিত তাঁরা একত্রিত হয়ে বহু স্থানীয় মানুষের ঘর-বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, #রাখাইন #মিয়ানমার। | @forgetmefrd: @captain_amarito sanningen är att tusentals #Bengali närmare bestämt #Rohingyas samlades och brände flera bostadshus, #Rakhine #Myanmar. |
58 | @তেজার৪৪: বিদেশী প্রচার মাধ্যমগুলো কেন বলছে যে #রোহিঙ্গারা আক্রান্ত??? | @tayzar44: Varför säger utländsk media att #Rohingya attackeras??? |
59 | কেন? আসলে তাঁরা বেসামরিক নাগরিকদের আক্রমণ করছে… | VARFÖR? egentligen attackerar de civilbefolkningen… |
60 | @থান্ট: তাঁরা সন্ত্রাসী, প্রতিবাদকারী নয়, বাঙ্গালিদের মদতে তাঁরা সশস্ত্র এবং #রাখাইন উপজাতিরা এখন আক্রমণের শিকার। | @Thant: De är terrorister, inte protestanter, de är beväpnade med hjälp av bengaler och #Rakhine folkstammar är under attack. |
61 | #বিবিসি মিথ্যা বলেছে। | #BBC ljuger #Myanmar |
62 | # মিয়ানমার রাখাইন রাজ্যের মং তাও ও বু শহরের অধিবাসীদের নিরাপত্তার বিষয়ে নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করেছেন। | Nätanvändare uttryckte oro över lokalbefolkningens säkerhet i Maung Taw och Buu, Taung-området i staten Rakhine. |
63 | মিন থিয়েন রাখাইনে আক্রান্তদের বিষয়ে উদ্বিগ্ন [বার্মীজ]: | Min Thein oroar sig [my] för de boende som attackerades i Rakhine: |
64 | আমি বলছি যে আমি ঘুমাতে যাব কিন্তু পারছি না। | Jag säger att jag ska sova men jag kan inte. |
65 | ভয় ও শংকা নিয়ে তাঁরাও ঘুমাতে পারবে না। | För att de kan inte heller sova p.g.a rädsla och oro. |
66 | সু ম্যাত একই ধরণের বার্তা পোস্ট করেছেন: | Su Myat Lwin postade ett liknande meddelande: |
67 | আমাদের ভাইবোনেরা যখন নরকের অনুভূতিতে বাস করছেন তখন কি করে আমরা আজকের রাতে ঘুমাবো? | Hur ska vi kunna sova ikväll när våra bröder och systrar känner sig som i helvetet? |
68 | মং তাও ও বু থি থাং শহরে মিয়ানমার সরকার ইতোমধ্যেই সামরিক আইন জারি করেছেন। | Myanmars regering har redan utlyst undantagstillstånd i Maung Taw och Buu Thee Taung. |
69 | মু জাউ নামে রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মকর্তা জনগণকে আশ্বস্ত[মিয়ানমার] করেছেন যে সরকারের সশস্ত্র বাহিনী সন্ত্রাসীদের হাত থেকে স্থানীয় রাখাইনদের রক্ষা করবে। | Hmuu Zaw, en av presidentens nära anställda, försäkrade [my] allmänheten om att regeringens beväpnade styrkor skulle skydda Rakhine-befolkningen från terrorister. |
70 | অসমর্থিত সংবাদে জানা গেছে যে ইয়াঙ্গুনে জনগন বাঙালি দাঙ্গার বিষয়ে বিক্ষোভ করবে। | Det finns obekräftade nyheter att människor har protesterat mot de bengaliska upproren i Yangon. |
71 | কো জন তাঁদের সতর্ক [বার্মীজ] করে বলেন যে ধর্মীয় বিরোধ সরকারের সাম্প্রতিক সংস্কারকে ব্যহত করতে পারে: | Ko John varnade [my] dem att undvika religiösa konflikter som kan hämma regeringens nyligen införda reformer: |
72 | এধরনের প্রতিবাদ ইয়াঙ্গুনের মুসলিমদের অস্বস্তিতে ফেলতে পারে। | Sådana protester skulle sätta Yangons muslimer i en obekväm sits. |
73 | তাঁরা বাঙালি/ রোহিঙ্গাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। | De kanske också är emot Bengalerna/Rohingyerna. |
74 | মনে হচ্ছে প্রবাসী প্রচার মাধ্যম ধর্মীয়/ নৃ তাত্বিক বিরোধের বিষয়ে বেঠিক সংবাদ ছড়াচ্ছে। | Exilmedia verkar också sprida oriktiga nyheter om religiösa/etniska konflikter. |
75 | এ ধরণের মাথা গরম করা কাজ দেশের ভালো সংস্কারকে উল্টো পথে পরিচালিত করতে পারে। | Sådant otåligt agerande kan leda till att goda reformer i landet dras tillbaka. |
76 | দ্রুত আক্রান্ত রাখাইন নৃ গোষ্ঠীকে সাহায্য একতা ধরে রাখার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন: | Han uppmanade också till enighet och omedelbar hjälp till Rakhine-folk under attack: |
77 | কাজেই আমি সবাইকে অনুরোধ করছি এ ধরণের বিক্ষোভ করবেন না। | Jag vill uppmana er alla att inte göra sådana protester. |
78 | তার পরিবর্তে সেটাই কি ভালো হবে না যদি আমরা রাখাইন নৃ গোষ্ঠীর পাশে দাড়াই? | Skulle det inte vara mycket trevligare om vi samlas och hjälper Rakhines folk istället? |