# | ben | swe |
---|
1 | ইউক্রেনঃ লিঙ্গীয় সমতার বিষয়ে তরুণদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | Ukraina: ungdomars kortfilmer för jämställdhet |
2 | ইউক্রেনের নারীরা গড়ে উচ্চ শিক্ষিত, কিন্তু তারপরেও তারা একই পেশায় কাজ করা পুরুষ সহকর্মীর চেয়ে ৩০ শতাংশ কম বেতন পান। | Den genomsnittliga ukrainska kvinnan är välutbildad men tjänar ändå drygt 30 procent mindre [en] än den genomsnittliga mannen på en liknande position. |
3 | একজন নারী বেশিরভাগ সময় বেকার হয়ে থাকে, কিংবা তাকে চুক্তি ভিত্তিক কোন পেশায় নিয়োগ দেওয়া হয় না, কারণ হয়ত সে গর্ভবতী হয়ে পড়তে পারে। | Det är mer troligt att hon kommer bli arbetslös eller inte bli anställd alls för att hon kanske blir gravid. |
4 | এমনকি যদিও তার কোন সন্তান না থাকে, তারপরে ঘরের বেশির ভাগ দায়িত্ব তাকে পালন করতে হয়, যা তার পেশায় এগিয়ে যাবার পথে এক বাধা। | Även om hon inte har några barn så tar hon fortfarande hand om större delen av hushållssysslor [en] vilket hämmar hennes karriärutveckling. |
5 | এছাড়া উক্ত নারীর ঘরোয়া নির্যাতনের অভিজ্ঞতার মুখোমুখি হবার সম্ভাবনা ৫০ শতাংশ। | Hon löper också nära 50 procents risk [en] för att uppleva våld i sitt hem. |
6 | যেখানে ইউক্রেনের সংবিধান সহ আইন, নারী এবং পুরুষের মাঝে আইনগত সাম্যতার বিধান করে, কিন্তু আইনী বৈষম্য দুর করা এবং তার প্রয়োগ বেশ কঠিন একটা কাজ। | Ukrainas lagar, samt landets konstitution, fastställer en laglig jämställdhet mellan män och kvinnor. Ändå är det en svår uppgift att brygga klyftan mellan att stifta lag och att verkställa den. |
7 | তবে প্রথাগত মনোভাব এবং মূল্যবোধ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, এবং সাধারণ নাগরিক ও একই সাথে নারী অধিকার প্রবক্তারা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। | Dock börjar traditionella värderingar långsamt att förändras, och likväl vanliga medborgare som kvinnorättsförespråkare spelar en viktig roll för processen. |
8 | যেমন, আগস্ট, ২০১০-এ, ১,০০০ জন নাগরিক ইউক্রেনের রাজধানী কিয়েভে ঘরোয়া নির্যাতনের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য এক শোভাযাত্রায় অংশ নেয় [ইউক্রেনীয় ভাষায়] এবং শত শত স্বেচ্ছাসেবী কর্মী ঘরোয়া নির্যাতন বিষয়ক এক প্রচারণায় অংশ গ্রহণ করে। | Ett exempel är augusti, 2010, när över 1,000 people marscherade [en] i Ukrainas huvudstad Kiev för att fördöma våld i hemmet, och hundratals frivilliga anslöt sig till kampanjen för medvetenhet om våld i hemmet. |
9 | তরুণ ইউক্রেনীয় নাগরিকদের জন্য ভিডিও প্রতিযোগিতা | Videotävling för unga ukrainier |
10 | ১৭ জুন ১০ সেপ্টেম্বর, ২০১১ পর্যন্ত, মেধাবী একদল তরুণ লিঙ্গীয় বিষয়ক এক প্রতিযোগিতা “লিঙ্গীয় সমতা”-এর জন্য নিজেদের তোলা ভিডিও জমা দেয় [ইউক্রেনীয় ভাষায়]। | Mellan 17:e juni och 10:e september 2011 lämnade [en] en grupp av talangfulla ungdomar in sina bidrag till en kortfilmstävling om kön som hette “Jämlikhetens gen”. |
11 | এতে অংশগ্রহণকারীদের দুটি বিভাগ “ লিঙ্গীয় সমতার জন্য ৫ মিনিট” অথবা “ ঘরোয়া নির্যাতন প্রতিরোধে ৫ মিনিট”-এর যে কোন একটির জন্য ৫ মিনিটের ভিডিও চিত্র তৈরি করতে বলা হয়েছিল। | Deltagarna var tvungna att producera filmer om fem minuter i en av två kategorier: “5 minuter av jämställdhet” eller “5 minuters förhindrande av våld i hemmet.” |
12 | এই প্রতিযোগিতার স্পন্সর ছিল ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট ইউরোপীয়ান ইউনিয়ন প্রোগ্রাম এবং ইউক্রেনের ইউরোপীয়ান ইউনিয়ন ডেলিগেশন। | Tävlingen sponsras av Förenta Nationernas utvecklingsprogram och EUs delegation för Ukraina. |
13 | এই প্রতিযোগিতায় একদল বিচারক বিজয়ীকে নির্বাচিত করবে, তবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোকে আগে ইউটিউব ব্যবহারকারীরা ভোটে প্রদান করবে। | Vinnarna utses av en jury men kortfilmer kommer även att få röster av YouTube-användare. |
14 | ইতোমধ্যে অনলাইনে এই সব ভিডিও ৫০,০০০ বার দেখা হয়েছে, এবং সেরা চলচ্চিত্রটি অক্টোবর ২০১১-এ, কিয়েভে অনুষ্ঠিত লিঙ্গ বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। | Videorna har redan visats närapå 50,000 gånger och de bästa kommer visas på Kievs “short gender film”-festival som ska ta plats i Kiev i oktober, 2011. |
15 | নীচে নির্বাচিত কয়েকটি চলচ্চিত্র রয়েছে, যা যে কোন ভাষাভাষীর মানুষ বুঝতে পারবে, এবং এই প্রতিযোগিতার জন্য জমা দেওয়া আরো কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আপনারা ইউটিউবের, জেন্ডারটিউবে দেখতে পাবেন। | Nedan finns ett urval av kortfilmer som alla kan förstå oavsett språk och du kan se fler bidrag på Youtubesidan GenderTube. |
16 | “ “পরিবারের ভেতর সহিংসতা- জীবন করে খণ্ডবিখণ্ড”- নির্মাতা “ইনফিনিটি”” | “Våld inom familjen - ett liv slitet i bitar” - av “Infinity” |
17 | “ “মনোযোগের কেন্দ্রকে পরিবর্তন করুন-নারীকে কেবল এক যৌন সামগ্রী হিসেবে বিবেচনা করবেন না”- নির্মাতা “ জাস্ট এ কিলো” | “Ändra ditt fokus - uppfatta inte bara en kvinna som ett sexobjekt” - av “Just a kilo” |
18 | “আর আপনার পরিবারের কি অবস্থা?” নির্মাতা “দিডিভাইন এ্যানিমেটর” | “Och Hur Är Det I Din Familj?” - av “Divine Animators” |
19 | “কারুশিল্পের কোন লিঙ্গীয় পরিচয় নেই”- নির্মাতা “ননএ্যাম_গ্রুপ” | “Hantverk har inget kön - av “NONAME_GROUP” |