# | ben | swe |
---|
1 | মায়ানমার: রাষ্ট্রপতি বাঁধ নির্মাণ প্রকল্প বাতিল করেছে | Myanmar: Presidenten senarelägger dammbygge |
2 | মায়ানমার সরকার দেশটির উত্তরে ইরাবতী নদীর উপর বিতর্কিত যে জলবিদ্যুৎ উৎপাদনের নিমিত্তে বাঁধ নির্মানের পরিকল্পনা করেছিল তা বাতিল করেছে। | Det kontroversiella dammbygget på floden Ayeyarwaddy i norra Myanmar har stoppats av regeringen. |
3 | রাষ্ট্রপতি থিয়েন সিয়েন সংসদের কাছে পাঠানো এক চিঠিতে তাদের জানাচ্ছেন যে জন স্বার্থে এ বাঁধ নির্মাণ প্রকল্প বাতিল ঘোষণা করা হল। | President Thein Sein har skickat ett brev till parlamentet för att informera om att dammprojektet kommer att senareläggas för allmänhetens bästa. |
4 | চীন মায়ানমারে যে সকল কাঠামোগত বিনিয়োগ করেছে, এই প্রকল্প তার মধ্যে অন্যতম। | Projektet är en av Kinas investeringar i Myanmars infrastruktur. |
5 | এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ চীনে রপ্তানী করার পরিকল্পনা করা হয়েছিল। | Planen var att exportera elektricitet från detta kraftverk till Kina. |
6 | গত মাসে, বিদ্যুৎ মন্ত্রী জাও মিন সাংবাদিকদের বলেছিলেন যে, এই বাঁধের ব্যাপারে কয়েকটি দলের আশঙ্কা বৃদ্ধি সত্ত্বেও সরকার এই প্রকল্প বাতিল করবে না। | Förra månaden sade Energiminister Zaw Min inför reportrar att regeringen inte tänker stoppa projektet trots protester från vissa grupper. |
7 | কিন্তু গত কয়েকমাস ধরে গণ মানুষের কিছু কার্যক্রম যেমন দরখাস্তে স্বাক্ষর করা, বাঁধ নির্মাণ বন্ধের ব্যাপারে সরকারে কাছে আবেদন জানানোর জন্য কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। | Men protestaktiviteter hos allmänheten som namninsamlingar, workshops och föreläsningar som vädjar till regeringen att stoppa dammbygget har trappats upp de senaste veckorna. |
8 | এমনকি এ ক্ষেত্রে জনতার সাথে কণ্ঠ মিলিয়েছিল প্রচার মাধ্যমসমূহ, যার মধ্যে কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিল, যারা রাষ্ট্রপতিকে এই বাঁধ নির্মাণের পরিকল্পনা বাদ দেওয়ার আহ্বান জানান। | Även mediaorganisationer höll med allmänheten och lät kända personer be presidenten om att stoppa projektet. |
9 | মায়ানমারের ইরাবতী নদী। | Ayeyarwaddy-floden, Myanmar. |
10 | ছবি ফ্লিকার-এর ডামিয়েনএইচআর-এর ফ্লিকার পাতা থেকে নেওয়া। সিসি লাইসেন্স এট্রিবিউশন-শেয়ারএলাইক২. | Foto från DamienHRs Flickr-sida använd med CC-erkännandelicens Attribution-ShareAlike 2.0 Generic (CC BY-SA 2.0). |
11 | ০ জেনেরিক (সিসি বাই-এসএ ২. ০)-এর অধীনে তা ব্যবহার করা হয়েছে। | Myanmars nätanvändare stöttade regeringens beslut. |
12 | সরকার যে সিদ্ধান্ত নিয়েছে মায়ানমারের নেট নাগরিকরা তার প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে। | HeinHlyan528 kommenterade på Eleven Media Groups hemsida, ett välkänt medieföretag i Myanmar: |
13 | হেইনহেলইয়ান৫২৮, মায়ানমারের অন্যতম প্রচার মাধ্যম ইলেভেন মিডিয়া গ্রুপে মন্তব্য করেছে: | Först av allt vill jag tacka Herr President för att ha senarelagt projektet. |
14 | এই বাঁধ প্রকল্প বন্ধ করার জন্য সবার আগে আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই। যারা মায়ানমারের বিষয়ে আগ্রহী তারা জানবে যে, এখানে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন। | Alla som är intresserade av frågor som rör Myanmar vet hur svårt det skulle vara att fatta ett sådant beslut. |
15 | চীনের দীর্ঘ সময়ের বিদ্যুৎ- চাহিদার উপর প্রভাব পড়া, এবং ইতোমধ্যে চীনের সাথে স্বাক্ষরিত যে আইনী চুক্তি তা ভঙ্গ করার মত বাস্তবতা সত্বেও, যে চীনের দ্বারা এই দেশ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘে সুরক্ষিত, সে দেশের স্বার্থের বদলে দেশের জনতার চাওয়াকে পুরণ করার মত সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রপতি আপনাকে অন্তরিক ভাবে থেকে ধন্যবাদ জানাচ্ছি। | Jag tackar Herr President av hela mitt hjärta för hans modiga beslut att uppfylla allmänhetens önskemål trots hur det påverkar det långsiktiga energibehovet i Kina, som skyddade Myanmar i FN:s säkerhetsråd, och de juridiska återverkningarna av att upphäva de redan underskrivna kontrakten. |
16 | এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। | Det skulle vara en historisk gärning. |
17 | মায়ানমারের একজন নাগরিক হিসেবে আমি জানতে আগ্রহী যে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীনের প্রতিক্রিয়া এই বিষয়ে কি হবে। | Jag, som medborgare i Myanmar, skulle vilja veta hur vårt älskade Kina kommer att bemöta detta. |
18 | আরেকজন মন্তব্যকারী বেবীমিলো, উল্লেখ করেছে: | En annan kommentar kommer från babymilo: |
19 | বন্ধ করা থেকে ধ্বংস করা পর্যন্ত, আমাদের একসাথে শোভাযাত্রা চালিয়ে যেতে থাকা উচিত। | Från senareläggning till skrotning, vi måste fortsätta att kämpa tillsammans. |
20 | ইলেভেন মিডিয়া জনতার প্রতিক্রিয়া একত্রিত করেছে। | Eleven Media har samlat in allmänhetens reaktioner. |
21 | মিয়িৎকিনার এক ৬০ বছরের বৃদ্ধা এই প্রকল্প বাতিল করার বিষয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। | En 60-årig kvinna från Myitkyina uttryckte sin lättnad över indragningen av projektet |
22 | আসলেই কি সরকার এই প্রকল্প বাতিল করেছে? | Har regeringen verkligen senarelagt det? |
23 | এতে আমি দারুণ আনন্দিত। | Jag blir så glad. |
24 | এটা উল্লেখ করার প্রয়োজন নেই যে এই প্রকল্প নিয়ে আমি কতটা শঙ্কিত ছিলাম। | Det behöver inte nämnas hur orolig jag har varit över det här projektet. |
25 | কেবল আমি নয়, সারা শহর উদ্বিগ্ন ছিল। | Inte bara jag utan hela staden, ja hela landet. |
26 | এই বাঁধ এখানকার প্রকৃতিকে ধ্বংস করে দেব। | Det [projektet] hade förstört naturen. |
27 | সকলেই বিপদে পড়ব। | Alla hade farit illa. |
28 | এই সংবাদ শোনার পর আমি দারুণ আনন্দিত। | Jag är så glad över dessa nyheter. |
29 | এদিকে মায়ানমারের আরেকটি জনপ্রিয় সংবাদপত্র ভয়েস উইকলির ফেসবুকের পাতায় নাইয়োপিপল এই মন্তব্য পোস্ট করেছে | Samtidigt gjorde NayOoPeople följande inlägg på Voice Weekly:s facebooksida, en annan populär tidskrift i Myanmar. |
30 | দারুণ!!!! | Toppen!!!! |
31 | এটা হচ্ছে ডিএএসএসকে, বার্মার নাগরিক, আদিবাসী জনতা এবং বর্তমান সরকারের মধ্যে সফলতার সাথে আত্মবিশ্বাস নির্মাণের শুরুর এক প্রক্রিয়া। !! | Detta är början av den lyckade processen att bygga upp förtroendet mellan DASSK, burmesiska invånare, etniska grupper och den nuvarande regeringen!!! |
32 | তবে দেশটির সকল নাগরিক বিশ্বাস করে না যে বাঁধের প্রকল্প বাতিল করা, দেশটির ক্ষেত্রে পরিবর্তনের এক চিহ্ন। | Men alla invånare tror inte att senareläggningen av projektet är ett tecken på förändring i landet. |
33 | ইরাওয়াদ্দি সংবাদ ব্লগে ছদ্মনামের এক ব্লগার এই মন্তব্য করেছে | En anonym läsare lämnade följande kommentar på nyhetsbloggen Irrawaddy |
34 | এখন তারা যথারীতি নিজেদের জনতার সরকার বলে ঘোষণা দিতে পারে, কিন্তু তারা বিষয়টি উল্লেখ করত না , যদি তা ভালোর জন্য স্থগিত করা হত। | Nu kan de kalla sig den så kallade folkets regering. Men de har inte sagt huruvida det ska stoppas för gott. |
35 | তারা এর মধ্যে থেকে ফায়দা তুলে নেবে। | De kommer att tjäna på detta. |
36 | এমনকি, যদি তারা তা না করতে পারে, তাহলে তারা আর মাত্র পাঁচ বছর অপেক্ষা করবে। | Även om de inte gör det behöver de bara vänta i fem år. |
37 | এটা বলা যায় যাবে না যে, এটা জনতার ভালোর জন্য করা হয়েছে, এটাও বলা যাবে না যে, মায়ানমারের পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। | Man kan inte säga att det är för allmänhetens bästa. Man kan heller inte säga att situationen i Myanmar har förändrats. |
38 | টিন্ট কীওয়াক নাইং-ও এই ঘটনায় এত আগে উদযাপন করার বিষয়ে সতর্ক: | Tint Kyaw Naing varnade också för att ta ut segern i förskott |
39 | এর মানে কি এই, যদি গণতান্ত্রিক সরকারের অধীনে তা চলতে না পারে [বাঁধ নির্মাণের বিষয়টি] , তাহলে কি তা ভবিষ্যতে সামরিক সরকারের অধীনে প্রয়োগ করা হবে? | Betyder det att om det inte kan fortsätta under den demokratiska regeringen, kommer det att införas i framtiden under militärregeringen? |
40 | যদি তাই হয়, তা হলে তা চলতেই থাকবে! | I så fall måste det fortsätta! |
41 | ইরাবতী সংবাদপত্রও উল্লেখ করেছে বিশ্বের গণতন্ত্রের প্রতীক অং সান সুচি, মন্ত্রী অং কি এর সাথে এক আলোচনার সময় রাষ্ট্রপতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। | The Irrawaddy News nämnde också att den globala pro-demokratiska ikonen Aung San Suu Kyi välkomnade presidentens beslut under ett möte med minister Aung Kyi. |