Sentence alignment for gv-ben-20140511-42997.xml (html) - gv-swe-20140428-4985.xml (html)

#benswe
1“ফিলিস্তিন নামে কোন রাষ্ট্র ছিল না” ?“Det fanns inget Palestina”?
2ফিলিস্তিন এবং আরব অঞ্চলের কয়েকজন টুইটার ব্যবহারকারী মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করে ‘ফিলিস্তিন নামে কোন রাষ্ট্রের অস্তিত্ব কখনোই ছিল না' - ইসরায়েলিদের বলা এই অতি প্রচলিত উক্তিকে খণ্ডনের চেষ্টা করছেন।Ett antal Twitteranvändare från Palestina och arabvärlden vänder sig till mikrobloggsidan för att vederlägga den vanligt förekommande, israeliska diskursen att Palestina aldrig existerat.
3সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী গোলডা মেয়ার একবার বলেছিলেন, “ফিলিস্তিনি জনগণ বলে কোন কিছুর অস্তিত্ব নেই”।“Det finns inget palestinskt folk”, sa den tidigare israeliska premiärministern Golda Meir vid ett tillfälle.
4২০১১ সালে প্রকাশিত একটি ইউটিউব ভিডিওতে সাবেক ইসরাইলি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড্যানি আয়ালন বলেছিলেন, “১৯৬৭ সালে ফিলিস্তিন নামে কোন আরব জাতি বা রাষ্ট্র ছিল না”।I en YouTube-video från 2011 säger den tidigare israeliske vice utrikesministern Danny Ayalon: “år 1967 existerade ingen arabisk nation eller stat med namnet Palestina”.
5এরপর তিনি প্রশ্ন রাখেন, “আসলে কি কখনও ছিল?”Han tillägger: “Gjorde det faktiskt någonsin det?”
6এই উক্তি সম্পর্কে ব্লগার এবং প্রাবন্ধিক জুয়ান কোল লিখেছেনঃBloggaren och essäisten Juan Cole skriver om detta förhållningssätt:
7ইসরায়েলি রটনাগুলোর মধ্যে কারও দেখা অন্যতম একটি সাধারণ জোরালো উক্তি হচ্ছে, “ফিলিস্তিন নামে কোন রাষ্ট্র ছিল না”।Ett av de vanliga påståendena inom zionistisk propaganda är: “det fanns aldrig ett Palestina.”
8প্রমাণবিহীন এই অদ্ভূত বিবৃতিটি একেবারেই সত্যি নয়।Detta konstiga påstående är helt enkelt inte sant.
9সিদনের দক্ষিণে এবং সিনাইয়ের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক এলাকা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন নামে পরিচিত হয়ে আসছে।[Ordet] Palestina har använts under mycket lång tid som hänvisning till det geografiska området söder om Sidon och norr om Sinai.
10Det finns medeltida, muslimska mynt från ett myntverk i området med “Filastin” (Palestina) präglat på dem. Det finns kvar dagböcker från 1800-talet, skrivna av medlemmar ur lokalbefolkningen, som på besök till t.ex. Damaskus skrev om hur de saknade “Filastin”, d.v.s. Palestina.
11এখানে মধ্যযুগীয় একটি টাকশাল থেকে মুসলিমদের প্রচলিত মুদ্রা তৈরি করা হত।Han lägger till:
12এই মুদ্রাগুলোর গাঁয়ে “ফিলাস্তিন” (ফিলিস্তিন) নামটি খোদাই করে লেখা থাকত। উনিশ শতকে স্থানীয় কয়েকজন লোকের ডায়রি পাওয়া গেছে।Om det som hävdas är att det inte existerade en nationalstat vid namn Palestina, åtminstone innan Nationernas förbund skapade den, så är det banalt.
13ডায়েরিগুলোতে উল্লেখ করা ছিল যে তারা দামস্কাসে ঘুরতে এসেছিলেন।Inga nationalstater existerade innan 1800-talet.
14এটাও লেখা ছিল যে তারা কীভাবে “ফিলাস্তিনে” তথা ফিলিস্তিনে যেতে ব্যর্থ হয়েছেন।Det fanns inget “Italien” innan 1860. Venedig var österriskiskt, Genua franskt.
15তিনি আরও বলেছেনঃDet fanns inget “Tyskland” innan 1870.
16তারা তাদের নিজেদের পক্ষে যা বলছেন তা যদি সত্যি হয়, তবে আসলেই ফিলিস্তিন নামে কোন জাতি বা রাষ্ট্র ছিল না।En mängd små furstendömen, en del av dem styrda eller influerade av andra makter.
17Den egyptiske romanförfattaren Ahdaf Soueif startade hashtaggen there_was_no_Palestine (“det fanns inget Palestina”) den 15 april och bad användare att bidra med bilder från livet i Palestina innan hundratusentals palestinier tvingades bort från sin mark och sina byar år 1948:
18পরবর্তীতে বন্ধ হয়ে যাওয়া লীগ অব নেশন্স নিদেনপক্ষে এই রাষ্ট্রটি সৃষ্টি করার আগে এটার কোন অস্তিত্ব ছিল না।Startar hashtaggen #there_was_no_Palestine för att samla bilder från stadsliv i Palestina innan 1948 @arwa_th @muiz @RanaGaza @benabyad @PalFest
19উনিশ শতকের আগ পর্যন্ত কোন জাতি বা রাষ্ট্রেরই অস্তিত্ব ছিল না।- Ahdaf Soueif (@asoueif) den 15 april, 2014
20১৮৬০ সালের আগে “ইতালির” কোন অস্তিত্ব ছিল না।Det dröjde inte länge innan bilderna började strömma in.
21ভেনিস ছিল জেনোয়া ফ্রেঞ্চ অষ্ট্রিয়ার একটি অংশ।#there_was_no_Palestine #Map.
22১৮৭০ সালের আগে “জার্মানি” নামে কোন রাষ্ট্র ছিল না।Min farfars exemplar av en brittisk atlas 1939.
23উনিশ শতকের আগে অনেক গুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল।#Beirut #Jaffa #Jerusalem #Damascus pic.twitter.com/mnBr8mS7DW
24এসব রাজ্যের কয়েকটি আবার অন্য রাজ্যের শাসনাধীন বা প্রতাপের অধীন ছিল।- Areej Saeئb (@meetareej) den 16 april, 2014
25মিশরীয় ঔপন্যাসিক আহদাফ সৌফ গত ১৫ এপ্রিল তারিখে ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না শিরোনামে একটি হ্যাশট্যাগের ব্যবহার শুরু করেছেন।#there_was_no_Palestine ID-kort för tysk judisk flicka bosatt i Haifa1940, stämplat”STATEN PALESTINA” Ahmed mrowat pic.twitter.com/oq4gcOdvrq
26তিনি ব্যবহারকারীদের প্রতি ১৯৪৮ সালের আগে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তাদের ভূমি এবং গ্রাম থেকে জোরপূর্বক উচ্ছেদ করার সময় তখনকার ফিলিস্তিনের জনগণের বিভিন্ন ছবি হ্যাশট্যাগটিতে পোস্ট করার আহ্বান জানিয়েছেনঃ- Arwa Adeeb (@arwa_th) den 19 april, 2014 #there_was_no_Palestine Arabiska kvinnoföreningen i Ramallah1928 الإتحاد النسائي العربي في رام الله bild från ahmed mrowat pic.twitter.com/pMckUjDKmN
27১৯৪৮ সালের পূর্বে ফিলিস্তিনিদের শহুরে জীবনের বিভিন্ন ছবি সংগ্রহ করতে ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না শিরোনামে একটি হ্যাশট্যাগ চালু করা হয়েছে।- Arwa Adeeb (@arwa_th) den 15 april, 2014 Gränskontroll mellan libanon och palestina på 1930-talet, så #there_was_no_Palestine (“det fanns inget Palestina”)? pic.twitter.com/On35Tbuo2u
28হ্যাশট্যাগটি চালু করার কিছু সময় পরেই এটিতে ছবি দেয়া শুরু হয়।- Elias Khoury (@eliaskhz) den 16 april, 2014
29#ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না #মানচিত্র।Palestinskt mynt från 1927
30আমার দাদার সংগৃহীত ১৯৩৯ সালের ব্রিটিশ মানচিত্রের কপি।Laure Dakkash i Palestinas radiohus, Yafa, 1943.
31#ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না এটি ১৯৪০ সালে হাইফাতে বসবাসকারী একজন ইহুদি জার্মান মেয়ের পরিচয়পত্র।Från @arwa_th Ahmad Mruwwats arkiv #there_was_no_Palestine pic.twitter.com/3Ii7JODAdI
32সেখানে সিলমোহরে লেখা আছে “ফিলিস্তিন রাষ্ট্র”।- Ahdaf Soueif (@asoueif) den 15 april, 2014
33#ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না ১৯২৪ সালে রামাল্লার নারীদের আরব ইউনিয়ন। ত্রিশের দশকে লেবানন এবং ফিলিস্তিনের মধ্যকার চেকপয়েন্ট।Gammal palestinsk tidning Så hur kan ni säga: #there_was_no_Palestine (“det fanns inget Palestina”)?!! pic.twitter.com/dekDUBDdWo
34অতএব #ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না ?- Yazeed Aldigs (@YAldigs) den 19 april, 2014
35১৯২৭ সালের ফিলিস্তিন মুদ্রা ১৯৪৩ সালে ফিলিস্তিন সম্প্রচার কেন্দ্র ইয়াফাতে লরে দাক্কাস।#there_was_no_Palestine-samlingen http://t.co/dkhu4Yg6TD ett bröllop i #Ramallah, #Palestine 1900 pic.twitter.com/IqtQ99Px1o
36@আরওয়া_থ আহমেদ ম্রোওয়াতের সংগ্রহশালা অবলম্বনে।- Haitham Sabbah (@sabbah) den 19 april, 2014
37পুরাতন ফিলিস্তিনি পত্রিকা। তাহলে আপনারা কি করে বলেন, ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না ?Användaren Ali Hussein El Helou valde att dela en video av en fotbollsmatch mellan Australien och Palestina år 1939.
38রামাল্লায় একটি বিয়ের অনুষ্ঠান।Fotbollsmatch Australien - Palestina (1939): http://t.co/7cIf2PjXWi via @YouTube
39ব্যবহারকারী আলি হুসেন আল হেলু ১৯৩৯ সালে অস্ট্রেলিয়া এবং ফিলিস্তিনের মাঝে হওয়া একটি ফুটবল খেলার একটি ভিডিও শেয়ার করেছেন।
40অস্ট্রেলিয়া বনাম ফিলিস্তিনের ফুটবল খেলা (১৯৩৯):- ALI HUSSEIN EL HELOU (@ALIHUSSEINELHEL) den 21 april, 2014
41হাইথাম সাব্বাহ ১৯০০ সালেরও আগের ফিলিস্তিনি জীবনের আরও বেশ কিছু ছবির জন্য ছবির একটি তালিকা সংকলন করেছেন।Om du vill se fler bilder kan du besöka Haitham Sabbahs samling av bilder från livet i Palestina daterade så tidigt som 1900.