# | ben | swe |
---|
1 | কেনিয়া: শান্তিতে চিরনিদ্রা যাও #ওয়াঙ্গারীমাথাই | Kenya: Vila i frid #WangariMaathai |
2 | নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী ওয়াঙ্গারী মাথাই-এর সম্মানে টুইটারে একের পর এক টুইট আসছে। ওয়াঙ্গারী মাথাই কেনিয়ার এক পরিবেশবিদ এবং রাজনৈতিক কর্মী, যিনি ক্যান্সারের সাথে লড়াই করে গত সপ্তাহে মৃত্যুবরণ করেন। | Det fortsätter att strömma in tweets [en] i nobelpristagaren Wangari Maathais [en] ära, hon var en kenyansk miljö- och politisk aktivist som dog i förra veckan [en] efter att ha kämpat mot cancer. |
3 | @ক্যাপিটালএফএম_কেনিয়া জানাচ্ছে ওয়াঙ্গারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে: | @CapitalFM_kenya rapporterar att Wangari kommer att få en statsbegravning: |
4 | @ক্যাপিটালএফএম_কেনিয়া: রাষ্ট্রপতি #কিবাকি ঘোষণা দিয়েছেন যে অধ্যাপক ওয়াঙ্গারী #মাথাইকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে; তার সম্মানে আগামীকাল এবং শুক্রবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। | @CapitalFM_kenya: President #Kibaki har förkunnat att Professor Wangari #Maathai kommer att få en statsbegravning; flaggor ska vara på halv flagg imorgon och på fredag |
5 | ওয়াঙ্গারীমাথাই। | Wangari Maathai. |
6 | | Image by Flickr user e pants (CC BY 2.0). |
7 | ছবি ফ্লিকার ব্যবহারকারী ই প্যান্টস-এর। (সিসি বাই ২. | @echoinggreen delar med sig av ett citat från Wangari Maathai: |
8 | ০). @ইকোইংগ্রীন:“এমন এক সময় আসবে… যখন আমরা আমাদের ভয়কে লুকিয়ে ফেলব এবং একে অন্যকে আশা প্রদান করব। | “.. det kommen en tid när…när vi måste ge upp våran rädsla & ge varandra hopp. |
9 | সেই সময়টা এখন চলে এসেছে”-ওয়াঙ্গারী মাথাই #হিরো#বিবোল্ড | Den tiden är nu. ” - Wangari Maathai #heros #bebold |
10 | আমার কাছে যে ওয়াঙ্গারীর মাথাই স্বাক্ষরিত যে বইটি ছিল, তা কোথায়?: | Var är mitt signerade exemplar av Wangaris bok?: |
11 | @@গিব্রুন্সকি: আমি হতাশ …আমার কাছে ডঃ #ওয়াঙ্গারী মাথাই স্বাক্ষরিত যে বইটি ছিল, তা আমি পাগলের মত খুঁজছি। | @GeeBrunswick: Jag är så fåfäng…jag letar frenetiskt efter mitt signerade exemplar av Dr #WangariMaathais bok. |
12 | অধ্যাপিকা ওয়াঙ্গারী মাথাই, আপনি শান্তিতে চিরনিদ্রা যান: | Vila i Frid Prof. Wangari Maathai: |
13 | @@এমবুগানজিহি:“আসুন আমরা জীবনের জন্য কিছু একটা করি, যাতে আমাদের মৃত্যুর সময় কবর খননকারীরাও শোকার্ত হয়”-মার্ক টোয়েন। | @mbuguanjihia: “Låt oss sträva efter att leva på ett sådant sätt så att till och med begravningsentrepenören sörjer när vi dör. |
14 | অধ্যাপিকা ওয়াঙ্গারী মাথাই, আপনি শান্তিতে চিরনিদ্রা যান। | ” - Mark Twain. Vila i Frid Prof. Wangari Maathai |
15 | বেদনার্ত……… | Ledsamt… |
16 | @উইথাশ:#ওয়াঙ্গারীমাথাই, শোকার্ত এবং তার চাইতে খারাপ বিষয় হচ্ছে আমি কখনো তার অসুস্থতার কথা শুনিনি। | @waithash: #WangariMaathai Ledsamt och värre är det faktum att jag aldrig hörde talas om hennes sjukdom. |
17 | @কেনিয়াগেটার #ক্যান্সার | @kenyangetter #cancer |
18 | তার সম্মানে কেনিয়ার নাগরিকরা আগামী মাসে বৃক্ষ রোপন করবে: | Nästa månad kommer kenyaner att plantera träd i hennes ära: |
19 | @কে২৪টিভি: মহান অধ্যাপিকা #ওয়াঙ্গারীমাথাই-এর সম্মানে কেনিয়ার নাগরিকরা, শনিবার, ১ অক্টোবরে, সকাল ১০ট থেকে বিকেল ৫ টা পর্যন্ত কারুরা বনে বৃক্ষ রোপন করবে। | @K24Tv: Kenyaner kommer att plantera träd i Karuraskogen på lördag den 1:a oktober mellan 10:00 och 17:00 för att hedra den bortgångna fantastiska Prof.#WangariMaathai |
20 | এটা হছে আমাদের করা সামান্য এক কাজ যা এক পার্থক্য গড়ে দেবে : | Det är de små sakerna vi gör som kommer att göra skillnad: |
21 | @অফিসিয়ালকিমোরা: নাগরিকরা এই সামান্য এক কাজ করেছে, এটা এক পার্থক্য গড়ে দেবে। | @OfficialKimora: “Det är de små sakerna som medborgare gör. |
22 | আমার সামান্য কাজ হচ্ছে চারা রোপন করা। | Det är de som kommer att göra skillnad. |
23 | শান্তিতে চিরনিদ্রা যান #ওয়াঙ্গারীমাথাই#আফ্রিকা | Min lilla sak är att plantera träd.” Vila i frid #WangariMaathai #Africa |
24 | @রবার্টআলাই বলছে: | @RobertAlai säger: |
25 | @রবার্টআলাই:ওয়াঙ্গারী মাথাই-এর সম্মানে নাইরোবি নদীটিকে পরিষ্কার করে ফেলা উচিৎ | @RobertAlai: Nairobifloden borde rengöras i Wangari Maathais ära. |
26 | @স্টেটডেপ্ট বলছে: | @StateDept säger: |
27 | @স্টেটডেপ্ট: ওয়াঙ্গারী মাথাই, স্থানীয় এবং বৈশ্বিক সমস্যার মাঝে যে গভীর সম্পর্ক তা বুঝতে পেরেছিলেন এবং সাধারণ নাগরিকদের কণ্ঠস্বর প্রদানে সাহায্য করেছিলেন। | @StateDept: #SecClinton: Wangari Maathai förstod det djupa sambandet mellan lokala och globala problem, och hjälpte till att göra vanliga medborgare hörda. |
28 | ওয়াঙ্গারী মাথাই-এর জন্য সর্বোত্তম শ্রদ্ধা: | Bästa hyllningen av Wangari Maathai: |
29 | @মিসবাওয়ালেয়া:ওয়াঙ্গারী মাথাই-এর জন্য সর্বোত্তম শ্রদ্ধা। | @missbwalya: Bästa hyllningen av Wangari Maathai - “Hon kom. |
30 | “তিনি এলেন, লড়াই করলেন এবং জিতে গেলেন” | Hon slogs. Hon vann.” |