Sentence alignment for gv-ben-20140123-41426.xml (html) - gv-swe-20140121-4561.xml (html)

#benswe
1আমরা কি ভালো সংবাদ দিয়ে শুরু করব?Ska vi börja med de bra nyheterna?
2তাঁরা বলে, প্রত্যেক মেঘের আড়ালে সূর্য হাসে।Det sägs att efter regn kommer solsken.
3ছবিঃ ফ্লিকারে ম্যাথু পারকিন্স (সিসি বাই-এনসি-এনডি 2.0)Foto av Matthew Perkins på Flickr (CC BY-NC-ND 2.0)
4শুভ সংবাদটি হচ্ছেঃ বছর জুড়ে গ্লোবাল ভয়েসেস সারা পৃথিবী থেকে আপনার কাছে মানুষের আশা, সাহস এবং সৃজনশীলতার অগণিত গল্প তুলে আনছে।Så här följer de goda nyheterna: Under åren har Global Voices lyft fram oräkneliga berättelser om mänskligt hopp, mod och kreativitet från alla världens hörn.
5এবং খারাপ দিকটি হচ্ছে: অন্যান্য সংবাদ সাইটগুলোর মতো আমরাও প্রায়ই নেতিবাচক বিষয়গুলোর উপর মনোযোগ নিবদ্ধ করে নিজেদের দোষী করছি এবং সম্ভবতঃ আপনাকেও বিষণ্ণ করে তুলি।Och här är de dåliga nyheterna: Liksom andra nyhetssidor är vi ofta skyldiga till att fokusera på de negativa aspekterna och kanske även till att göra människor nedstämda.
6আপনি কি গ্লোবাল ভয়েসেস পড়ার অপেক্ষায় থাকবেন?Ser du fram emot att läsa artiklar och inlägg på Global Voices?
7নাকি আপনি আপাতদৃষ্টিতে মানুষের অবিচার এবং যাতনার অবিরাম প্রবাহের গল্প দেখা বন্ধ করে দিবেন?Eller avskräcks du av den till synes oändliga strömmen av berättelser om orättvisor och mänskligt lidande?
8২০১৪ সালে আমরা আরও সমাধান চালিত সাংবাদিকতার পরিকল্পনা করেছি এবং আশা করছি, অন্ধকার এবং হতাশার ব্যতিরেকে আরও আলোর রেখা এবং মানবতা আমরা দেখাতে পারব।Under år 2014 planerar vi att utöva mer lösningsdriven journalistik och förhoppingsvis visa våra läsare fler exempel på humanitet och hopp, snarare än misär och förtvivlan.
9তার মানে এই নয় যে, আমরা সহিংসতা বা দারিদ্র্যের মত মন্দ ব্যাপারগুলো উপেক্ষা করব।Detta innebär inte att vi ignorerar det som är dåligt, såsom våld och fattigdom.
10বরং, আমরা ইতিবাচক উন্নয়নগুলোকে আরও বেশি করে তুলে ধরতে চাই।Men vi vill rikta strålkastaren på mer positiva utvecklingar.
11ইয়েমেন সম্পর্কে সম্ভবত যে সব শুভ সংবাদ আপনি কখনও শোনেননি অথবা বিনামূল্যে পাঠ্যবই পেল বাংলাদেশের লক্ষ লক্ষ শিশু অথবা আঙ্গোলানরা যেভাবে তাদের ভাষা সংরক্ষণ করতে ইন্টারনেট ব্যবহার করে ইত্যাদির মতো গল্পগুলো পোস্ট করার মধ্য দিয়ে কার্যত আমরা আগে থেকেই এ রকম কাজ শুরু করেছি।Faktum är att vi har redan börjat, genom att publicera inslag om goda nyheter du aldrig fick höra från Jemen [en], miljontals barn i Bangladesh får gratis läseböcker [en] samt om hur angolaner använder webben för att bevara sina språk [en].
12তাই আমাদের গল্পের অনেকগুলোই অনলাইন সামাজিক আন্দোলন এবং তাদের সমাজে নাগরিকদের উন্নতিকে কেন্দ্রে করে আবর্তিত হয়েছে।En så stor del av våra berättelser sätter fokus på sociala webbaserade rörelser och medborgare som slår sig samman för att förbättra de samhällen de lever i.
13মূলধারার নিয়মিত সংবাদ মাধ্যমের নেতিবাচক কাঠামোর মধ্যে আবদ্ধ হয়ে না থেকে বরং আমরা এই খবরগুলোকে আমরা আশা জাগানিয়ার একটি উপায় হিসেবে উল্লেখ করতে চাই।Vi vill skildra dessa nyheter på ett sätt som skapar känslor av hopp, istället för att rutinmässigt rapportera inom den typen av negativ inramning som föredras av traditionella nyhetsmedier.
14নতুনদের জন্য আমরা গ্লোবাল ভয়েসেসে একটি নতুন শুভ সংবাদ বিভাগ তৈরি করেছি।Till att börja med har vi skapat en kategori vi döpt till Goda nyheter [en - än så länge, övers. anm. ] på Global Voices.
15ডিসেম্বর মাসের শেষে, জিভি অভিব্যক্তির একটি কথোপকথনে আমাদের সহ - প্রতিষ্ঠাতা ইথান জুকারম্যান, আমাদের সহ সম্পাদক সাহার এইচ গাজী, এডভোকেসি সম্পাদক এলারি বিদ্দেল এবং আমি নিজে এই ধারণা নিয়ে কথা বলেছি।I slutet av december organiserade vi en konversation om den här idén på GV Face mellan vår medgrundare Ethan Zuckerman, vår verkställande redaktör Sahar H. Ghazi, vår Advocacy-redaktör Ellery Biddle och mig.
16আমাদের লেখক ও সম্পাদকদের মাধ্যমে গল্প বলার ভাবে পরিবর্তন আনতে এটি একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা হতে যাচ্ছে।Vi ser framför oss en ansträngning på lång sikt tillsammans med våra skribenter och redaktörer för att gradvis ändra det sätt vi skildrar nyheter på.
17ইতিবাচক খবর, সমাধান চালিত সাংবাদিকতা, গঠনমূলক রিপোর্টিং এবং অনুরূপ মত রিপোর্ট করার ক্ষেত্রে যারা নেতৃত্বস্থানীয়, আমরা সেই সব ওয়েবসাইট এবং সংবাদ সংস্থার শিরোনাম অনুসরণ করি। এমনকি হাফিংটন পোস্টেরও একটি ভালো সংবাদ বিভাগ রয়েছে (যদিও আপনি সম্ভবত সেখানে আরো ভালো গল্প খুঁজে পাবেন যে ধরণের গল্প আপনি আগে গ্লোবাল ভয়েসেসে দেখেছেন)।Vi följer tätt i spåren av ett flertal andra webbplatser och nyhetsorganisationer som leder vägen inom denna typ av rapportering under kategoriseringar som positiva nyheter, lösningsdriven journalistik, konstruktiv rapportering, mm. Till och med Huffington Post har en avdelning för avdelning för goda nyheter [en] (men där hittar du nog fler inslag om gulliga husdjur än du någonsin kommer att göra på Global Voices).
18আমরা চাই, গ্লোবাল ভয়েসেসে আপনার দেখা পৃথিবীটি সুন্দর হোক।Den värld vi vill att du ska få uppleva genom Global Voices är vacker.
19এটি সাহসী এবং সৃজনশীল ব্যক্তিদের অধ্যুষিত একটি প্লাটফর্ম যারা পৃথিবীকে একটি উত্তম জায়গা হিসেবে তৈরীতে বিশ্বাসী।Den bebos av modiga och kreativa individer som tror att vi kan göra den värld vi lever i till ett bättre ställe.
20হয়তো এমনকি আপনি আমাদের পাঠকদের একটা ধারনা দিতে পারেন যে আমাদের সাহায্য করার জন্য তাঁদেরও কিছু করার আছে।Kanske vi till och med kan få våra läsare att känna att det även finns saker som de kan göra för att hjälpa till.
21আমাদের শুভ সংবাদ বিভাগটি একবার দেখে নিন এবং গ্লোবাল ভয়েসেসে আপনি আরও কি কি দেখতে চান তা আমাদের জানান।Ta en titt på våra Goda nyheter och berätta för oss om andra saker du vill att vi rapporterar om på Global Voices.