# | ben | swe |
---|
1 | সিরীয় সংঘর্ষের সংবাদ গ্রহণ করতে গিয়ে ১৪ বছরের এক নাগরিক সাংবাদিক নিহত | 14-årig medborgarjournalist dödad i Syrien |
2 | ওমার কাতিফান, ১৪ বছরের এক মিডিয়া একটিভিস্ট, ২১ মে ২০১৩ তারিখে সিরিয়া-জর্ডান সীমান্তের কাছে দক্ষিণ দাআরা আল বালাদ নামক এলাকায় সিরীয় আর্মি এবং বিদ্রোহী ফ্রি আর্মির মধ্যে চলা সংঘর্ষে নিহত হয়েছে। . | Omar Qatifaan, en 14-årig mediaaktivist, dödades den 21 maj, 2013, medan han rapporterade om sammandrabbningar mellan den syriska armén och rebellernas frihetsarmé i det södra Daraa al-Ballad-området i Syrien nära den jordaniska gränsen. |
3 | তরুণ প্রচার মাধ্যম প্রকল্প সিরিয়ান ডকুমেন্ট, ওমার কাতিফানের মৃত্যু বিষয়ে সংবাদ প্রদান করে এবং সিরীয় সংবাদ ব্লগ ইয়াল্লা সোরিয়া তাকে “সিরিয়ার আত্মা” বলে অভিহিত করেছে। | Ett mediaprojekt för ungdomar kallat Syrian Documents rapporterade om hans död, och den syriska nyhetsbloggen YALLA SOURIYA kallade honom “Syriens själ”. |
4 | সিরিয়ার এই সংঘর্ষ এবং একই সাথে আরব বিশ্বের যেখানে আরব বসন্ত সংঘঠিত হয়েছে সেখানে নাগরিক সাংবাদিকদের স্থানীয় পর্যায় থেকে তুলে ধরা সংবাদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। | Konflikten i Syrien, liksom andra uppror under den arabiska våren, har sett en ökning i antalet medborgarjournalister som rapporterar på gräsrotsnivå om det pågående kriget mellan de styrkor som kämpar för respektive mot landets regering. |
5 | বিশ্বের কাছে বিপ্লবের কাহিনী তুলে ধরার সময় এদের অনেককে গ্রেফতার করা হয়, তাদের উপর অত্যাচার চালানো হয় এবং এমনকি এদের কাউকে কাউকে হত্যা করা হয়। | Många har fängslats, torterats och till och med dödas under sina försök att dela berättelsen om den syriska revolutionen med världen. |
6 | এই সংঘর্ষে শিশুদেরও চরম মূল্য প্রদান করতে হয়েছে, এই লড়াইয়ে এখন পর্যন্ত হাজার খানেক শিশু নিহত হয়েছে। | Även barn har fått betala ett fruktansvärt pris under konflikten; tusentals har redan dödats i våldsamheterna. |
7 | মিডিয়া একটিভিস্ট ওমার কাতিফানের বয়স মাত্র ১৪ বছর এবং সিরিয়ার দাআরার যুদ্ধে সংবাদ সংগ্রহের সময় সে নিহত হয়। | Mediaaktivisten Omar Qatifaan var bara 14 år gammal då han dödades medan han rapporterade om en strid i Daraa, Syrien. |
8 | ছবি @রেভুল্যুশনসিরিয়ার টুইটার একাউন্ট থেকে নেওয়া। | Foto från Twitter-kontot @RevolutionSyria |
9 | আরেক ভিডিও একটিভিষ্ট নিহত হবার পর কাতিফানের ভিডিও ধারণ করে। | En annan mediaaktivist filmade Qatifaan efter att han dödats. |
10 | সিরিয়ানডেজঅফরেজেস এই ভিডিওর ফুটেজ ইউটিউবে পোস্ট করেছে [গ্রাফিক ভিডিও]: http://youtu.be/R4Bk6XHktsQ/embed] | Videon laddades upp på YouTube av SyrianDaysOfRage [VARNING: GRAFISKA BILDER]: |