# | ben | swe |
---|
1 | গাজায় সামরিক অভিযানের বিরুদ্ধে ইজরায়েলীদের বিক্ষোভ | Israeler protesterar mot militäroperation mot Gaza |
2 | গতকাল তেল আবিবের হাবিমা স্কোয়ারে একটি ফেসবুক গোষ্ঠী শত শত ইজরায়েলীকে একসঙ্গে সংগঠিত করেছিল। | Igår organiserade en Facebookgrupp hundratals israeler att samlas på Habima-torget i Tel Aviv. |
3 | গোষ্ঠীটি জনগণকে আহবান জানায় “নির্বাচনের যুদ্ধ প্রত্যাখ্যান কর! | Gruppen vädjar till människor att “Vägra val-kriget! |
4 | রাজনৈতিক চাতূরীর নামে মরতে বা মারতে চাই না।” | Vägra att dö eller döda för en politisk sak.” |
5 | ১৪ই নভেম্বর তারিখে ইজরায়েলী ড্রোনগুলো গাজা ভূ-খণ্ডে হামাস সামরিক নেতা আহমেদ আল-জাবারীকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যা করার পর থেকে হামাস এবং ইজরায়েলের মধ্যে সর্বশেষ গোলাগুলি বিনিময় শুরু হয়। | Den senaste eldväxlingen mellan Israel och Hamas började den 14 november, när israeliska drönare siktades mot och dödade Hamas militära ledare Ahmed Al-Jabari på Gaza-remsan. |
6 | নিচের ১০-সেকেন্ডের ভিডিওটি যুদ্ধবিরোধী বিক্ষোভের অংশবিশেষ দেখাচ্ছে: | Det här 10 sekunder långa videoklippet visar delar av anti-krigsprotesterna: |
7 | রনি মোর বিক্ষোভটির একটি ছবি টুইটারে পোস্ট করেছেন: | Roni More har lagt upp ett foto från protesterna på Twitter: |
8 | তেল আবিবে একটি যুদ্ধবিরোধী বিক্ষোভের সময় বহণ করা একটি প্ল্যাকার্ডে লেখা রয়েছে: আমি ঘৃণা করবো না। | Jag skall inte hata står det på ett plakat vid anti-krigsprotesterna i Tel Aviv. |
9 | টুইটারে ছবিটি ভাগাভাগি করেছেন @রনিমোর১ | Fotografiet delas av @RoniMore1 på Twitter |
10 | এখানে আরো ছবি পাওয়া যাবে। | Fler foton hittar du här. |
11 | অনেকেই এই অভিযানের পিছনের রাজনীতির সমালোচনা করছেন। | Många har kritiserat politiken bakom den här operationen. |
12 | জনপ্রিয়ভাবে ভাগাভাগি করা একটি ফেসবুক পোস্টে লিওর বাকালু লিখেছেন: | I ett ofta delat inlägg på Facebook, skriver Lior Bakalu: |
13 | চার বছর অথচ তারা কিছুই করেনি, এবং হঠাৎই তাদের মনে পড়েছে। | Det har gått fyra år utan att de har gjort någonting, och helt plötsligt minns de. |
14 | আমার হৃদয় দক্ষিণের এবং গাজা্র নাগরিকদের দুর্দশা-দুর্বিপাকের সঙ্গে, যাকে ইজরায়েলী সরকার তাদের নির্বাচনের প্রচারাভিযানে পরিণত করেছে। | Mitt hjärta finns hos invånarna i söder och i Gaza, vars misär den israeliska regeringen har gjort till sin valkampanj. |
15 | তিনি গত ১৫ বছরে বিভিন্ন সামরিক অভিযান এবং নির্বাচনের সঙ্গে সঙ্গতি রেখে এগুলোর সময় প্রদর্শন করা একটি চিত্র যোগ করেছেন। নিচে সেটা অনুদিত হয়েছে: | Han lägger till en bild som ger en översikt av de senaste 15 årens militäroperationer och deras tidpunkt i relation till valen. : |
16 | অপারেশন নাম অভিযানের তারিখ | Alaa Younis kritiserar politiken bakom kriget: |
17 | নির্বাচনের তারিখ আল'আ ইউনিস যুদ্ধের পিছনের রাজনীতির সমালোচনা করেছেন: | Det som Hamas gör i Islams namn gör Bibi på grund av valet. |
18 | হামাস ইসলামের নামে যা করছে, বিবি (নেতানিয়াহু) নির্বাচনের কারণ তা করছে। | |
19 | দুটোই মিথ্যাবাদী। | Bägge är lögnare. |
20 | তাদের কেউই বেসামরিক জনগণের তোয়াক্কা করে না। | Ingendera bryr sig om civilbefolkningen. |
21 | এবং তাদের কেউই আমার প্রতিনিধিত্ব করে না। | Och ingen av dem representerar mig. |
22 | একজন দন্ত্যচিকিৎসক হিসেবে আমি আপনাকে বলি: দুটোকেই উপড়ানো দরকার। | I egenskap av tandläkare måste jag säga: båda måste dras ut. |
23 | আজ জোসেফ ডানা কঠিনভাবে মিসাইল আক্রান্ত শহর এশকেলন থেকে রিপোর্ট করেছেন। | Joseph Dana rapporterar idag från Ashkelon, en stad som har beskjutits hårt av missiler. |
24 | তিনি একটি স্থল অভিযানের সম্ভাবনা সম্পর্কে একটি প্রতিক্রিয়া টুইট করেছেন:: | Han twittrar om en reaktion till risken för en markoperation: |
25 | @ইবনেজরা: বিমান আওক্রমণের সাইরেনের সময় এশকেলনের যে জনগণের সঙ্গে আমি কথা বলেছি তারা কোন স্থল আক্রমণ চায় না কারণ এটা ইজরায়েলের বৈধতার ক্ষতি করবে | Människor jag talar med i Ashkelon mitt bland flygsirenerna säger att de inte vill ha en markinvasion, för det skulle skada Israels legitimitet |
26 | ইজরায়েলীদের মধ্যে কিছু কিছু বিরোধিতা থাকলেও এসব মতামত এবং বিক্ষোভ খুব কমই মূলধারার মিডিয়ায় উঠে আসে। | Det finns ett visst motstånd bland israelerna, men dessa åsikter och protester får sällan något utrymme i de vanliga medierna. |
27 | এলিজাবেথ ৎসু্রকভ নিচের টুইটটি পোস্ট করেছেন: | Elizabeth Tsurkov gjorde följande inlägg på Twitter: |
28 | @এলইজরায়েল: ইজরায়েলী পত্রিকাগুলো ফিলিস্তিনী হতাহত সম্পর্কে রিপোর্ট এড়িয়ে যায় এবং কিছু কিছু ইজরায়েলী অভিযানের বিরুদ্ধে সেই সত্যতা সম্পর্কে রিপোর্ট করে না। | Israeliska tidningar undviker att rapportera om palestinska offer och inte heller rapporterar de om att vissa israeler faktiskt motsätter sig denna operation. |
29 | তিনি আরো বলেছেন: | Hon fortsätter: |
30 | @এলইজরায়েল: আপনারা যদি শুধু ইজরায়েলীদের কস্টের এবং সন্ত্রাসীদের সফল হত্যা অভিযানের খবর পেয়ে থাকেন, তাহলে আপনারা কেন এই অভিযানের বিরোধিতা করেন? | Om man bara får höra nyheter om israelers lidande och lyckade avrättning av terrorister, varför skulle man då motsätta sig operationen? |