# | ben | swe |
---|
1 | জাপানে কফি আর্ট এখন ত্রিমাত্রিক রূপে | Japansk kaffekonst i 3D |
2 | জাপানে পছন্দের পানীয়ের তালিকায় সবসময়ই প্রথম সারিতে ছিল সবুজ চা। কিন্তু এখন? | I landet där grönt te fortfarande är den populäraste varma drycken, vinner tredimensionell kaffekonst nya beundrare [en] för varje skummande kopp. |
3 | অবস্থা একটু পাল্টেছে। ফেনিল চায়ের কাপের ওপরে ত্রিমাত্রিক শিল্পকর্ম (থ্রি-ডি আর্ট) সবার হৃদয় জয় করে নিয়েছে। | Allt fler kafébesökare i Japan, inspirerade av populära bilder inom sociala medier som visar hur ångande mjölk reser sig upp ur kaffekoppar som små konstverk, ber att deras latte dekoreras med något lite extra. |
4 | সোশ্যাল মিডিয়ায় দুধ মিশানো ধোঁয়া ওঠা কফি'র ছবি দেখে জাপানিরা আরো বেশি করে ক্যাফেতে গিয়েই চাচ্ছেন ল্যাট্টে (latte) কফি, যার ওপরে শোভা পাচ্ছে বাহারি সব ত্রিমাত্রিক শিল্পকর্ম। | |
5 | জাপানে কফি মোটেও অপরিচিত নয়। | Kaffet är ingen främmande dryck i Japan. |
6 | অল জাপান কফি অ্যাসোসিয়েশন এক প্রতিবেদনে জানিয়েছে, কফি আমদানিকারী দেশের মধ্যে জাপান তৃতীয়। | |
7 | ২০১০ সালে বিশ্ব ল্যাট্টে আর্ট চ্যাম্পিয়নশিপে জাপানের হারুনা মুরায়ামা বিজয়ী হয়েছিলেন। | Den japanska kaffeindustrins egna organisation All Japan Coffee Association [en] har rapporterat [en] att Japan ligger på tredje plats ibland importländerna vad gäller sammanlagd konsumtion. |
8 | এই দ্বীপদেশে সাধারণ ল্যাট্টে শিল্পকর্ম ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। | År 2010 vann japanen Haruna Murayama [en] världsmästerskapen i “latte art”, World Latte Art Championship [en]. |
9 | টুইটারে ল্যাট্টে আর্ট লিখে সার্চ দিলেই ল্যাট্টে আর্টে বিশেষ অনেক ছবি পাওয়া যাবে। | |
10 | এর কোনোটিতে হৃদয় আঁকা হয়েছে। | Platt kaffekonst är redan populär över hela önationen. |
11 | কোনোটি আবার পাতার আকৃতি। আবার কোনোটি টেডি বিয়ার, কোনোটি জনপ্রিয় কোনো কার্টুন চরিত্র। | Ett sök efter “latte art” [ja] på Twitter resulterar i en mängd bilder av vackra kaffedrycker dekorerade med hjärtan, blad, nallar, populära animefigurer och till och med webbloggor [en]. |
12 | ইন্টারনেটে অনুভূতি প্রকাশের আইকনও বাদ পড়েনি শিল্পকর্মের তালিকা থেকে। টোকিও'র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরের ভেন্ডিং মেশিনেও মিলবে এই শিল্পকর্ম। | En kaffeautomat på Haneda Airport, Tokyos internationella flygplats, serverar till och med cappuccino [ja] med bilden av ett klassiskt japanskt kvinnoansikte, designad och producerad av Kyotos välkända kosmetikföretag Yojiya [en]. |
13 | এমনকি কিয়োটোর বিখ্যাত কসমেটিক কোম্পানি ইয়োজিয়ার ক্যাপুচিনো কফির সাথেও থাকবে জাপানের খুব পরিচিত চেহারার নারীর ছবি। | |
14 | ইউটিউব ব্যবহারকারী নাওতো সুগি একটি ভিডিও আপলোড করেছেন। | |
15 | তিনি সেখানে বর্ণনা করেছেন, কীভাবে চকলেট সিরাপের সাথে ল্যাট্টে কফিতে চরিত্রগুলো আঁকেন: | YouTube-användaren Nowtoo Sugi laddade upp följande video som visar hur han använder kaffesirap för att måla en tecknad-serie-karaktär i en kopp latte: |
16 | নতুন উচ্চতায় | Når nya höjder |
17 | কিন্তু বারিস্তাগুলো এই কফি শিল্পকর্মকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। | Men baristas har tagit detta kreativa kaffefenomen till nya höjder med skummande 3D-skulpturer. |
18 | বিশেষ করে ফেনা দিয়ে ত্রিমাত্রিক ভাস্কর্য তৈরির মাধ্যমে। | Latte-konst i 3D av Twitteranvändaren @george_10g: “En katt tittar på guldfisk.” |
19 | টুইটার ব্যবহারকারী @george_10g ত্রিমাত্রিক ল্যাট্টে আর্ট করেছেন: “বিড়াল সোনালি মাছ খুঁজছে।” | Kazuki Yamamoto (@george_10g), “latte art”-mästaren som laddar upp sin kaffekonst på Twitter, skrev i sin blogg att han jobbar på ett belgiskt ölhus i Osaka. |
20 | কাজুকি ইয়ামামোতো (@george_10g) একজন ল্যাট্টে আর্ট মাস্টার। তিনি টুইটারে কিছু ছবি আপলোড করেছেন। | Han kallar sin kaffekonst “fritids-cappuccino” [暇カプチーノ], en skapelse som kommer ur tristess eller lediga stunder, naturligtvis skapade med stor ansträngning och kärlek. |
21 | তিনি তার ব্লগে ওসাকার বেলজিয়ান বিয়ার হাউজে কাজ করার কথা লিখেছেন। | |
22 | তিনি তার ল্যাট্টে আর্টকে “অবকাশকালীন কাপুচিনো” বলে উল্লেখ করেছেন। | I ett inlägg på Twitter erinrade han sig vid ett tillfälle den oändliga mängd konstverk han skapat i kaffe: |
23 | “অবকাশকালীন কাপুচিনো” বলতে তিনি একঘেয়েমি তাড়ানো অথবা সময় কাটানোর সময়কালীন সৃষ্টিকে বুঝিয়েছেন। অবশ্যই এর জন্য পরিশ্রম এবং কাজের প্রতি ভালোবাসার দরকার পড়ে। | @george_10g: Jag började måla på kaffe år 2011 och år 2012 hade jag målat och serverat ungefär 1000 koppar, men på något vis minns jag fortfarande när och vad jag målat och vem jag serverade det. Det är lite läskigt. |
24 | টুইটারে তিনি তার কফি'র শিল্পকর্মগুলোর আপলোড করে মন্তব্য করেছেন: | |
25 | @george_10g: ২০১১ সালে আমি ল্যাট্টে শিল্পকর্ম আঁকা শুরু করি। | Twitter-användare @petakopetako svarade [ja] på kommentaren med att berömma hans talang: |
26 | ২০১২ সালের মধ্যে আমি প্রায় ১ হাজার কফি কাপে শিল্পকর্ম এঁকে কফিপ্রেমিদের খাইয়েছি। | |
27 | আমার এখনও মনে আছে, কোথায়, কখন কি এঁকেছি এবং কাকে সেটা পরিবেশন করেছি। | |
28 | এটা খুবই শিরশিরে একটা অনুভূতি। | @petakopetako: Jag tycker om att ta bilder. |
29 | টুইটার ব্যবহারকারী @petakopetako responded [ja] তার বিশেষত্বের প্রশংসা করে মন্তব্য করেছেন: @petakopetako: আমি ছবি নিতে পছন্দ করি। | Vanligtvis är jag dålig på att komma ihåg människors ansikten, men när jag tagit bilder av dem minns jag platsen och vad de pratade om. |
30 | সাধারণত আমি কারো মুখের চেহারা মনে রাখতে পারি না। | Kanske människor kommer ihåg saker bättre när de gör någonting de känner passionerat för. |
31 | কিন্তু আমি যদি তাদের ছবি নিই, আমি তখন মনে করতে পারি ছবিটা কোথায় নিয়েছিলাম এবং তারা কি নিয়ে কথা বলছিল। | Kaféägare och baristas i Japan har laddat upp bilder av den hemliga, tredimensionella kaffekonsten - inte nämnd på någon meny - på sociala medier. |
32 | মানুষ আবেগের সাথে কোনো কাজ করলে, সেটা ভালো মনে রাখতে পারে। | Dessa bilder cirkulerades vitt och brett och drog till sig uppmärksamhet från lokala TV- och radiostationer samt tidningar. |
33 | জাপানের ক্যাফে এবং বারিস্তার মালিকেরা সোশ্যাল মিডিয়ায় থ্রি-ডি ল্যাট্টে আর্টের ছবি, মেনু সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। | |
34 | এই ছবিগুলো ব্যাপক শেয়ার হতে থাকে। এমনকি এক পর্যায়ে সেটা স্থানীয় টেলিভিশন এবং ম্যাগাজিনগুলোরও মনোযোগ কাড়ে। | Publiciteten har gett en del kaféer så många nya kunder att ägarna har svårt att hinna med. Ägaren till Cafe Bar Jihan i Shizuoka-länet skrev om Facebook-effekten i sin blogg [ja]: |
35 | আর এই প্রচারণার কল্যাণে অনেক নতুন গ্রাহক আসে কফি হাইজগুলোতে। | Jag började servera tredimensionell kaffekonst på begäran av en av mina stamgäster. |
36 | ক্যাফে হাউজগুলোর মালিকদের চেষ্টা থাকে নতুন এই গ্রাহকদেরকে ধরে রাখতে। | |
37 | শিজুকার ক্যাফে বার জিহানের মালিক তার ব্লগে ফেসবুকের প্রভাব সম্পর্কে লিখেছেন: | |
38 | আমি ত্রিমাত্রিক ল্যাট্টে আর্ট সমৃদ্ধ কফি পরিবেশন শুরু করি আমার পুরোনো গ্রাহকদের চাপে। | |
39 | তারা প্রায়ই এসে আমার কাছে এই কফি চাইতো। আমি ফেসবুক পেজে ছবি আপলোড করেছিলাম জাস্ট মজা করার জন্য। | Jag laddade upp bilden på en Facebook-sida för skojs skull, och blev förvånad över det stora antal människor som gillade bilden. |
40 | পরে আমি আশ্চর্য হয়ে গেলাম এতো বিপুল সংখ্যক মানুষের লাইক দেখে। | Som en följd av vår förhöjda profil bad flera medier mig om att få göra reportage om vårt kafé. |
41 | এই ছবি এক পর্যায়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো। | Jag blev lite förvirrad när jag ombads uppträda på TV i Tokyo! |
42 | স্থানীয় কয়েকটি মিডিয়া আমাদের কফি হাউজ নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশের আগ্রহ দেখালো। | |
43 | টোকিও'র টেলিভিশনে প্রদর্শিত হবে বলে আমি প্রথমে দ্বিধায় ভুগছিলাম! | |
44 | ক্যাফে বার জিহানের ফেসবুক ছবি। | Facebook-bild av caffe.bar.jihan. |
45 | এসপ্রেসো কফি'র মধ্যে বিড়াল গোসল করছে। | En katt badar i espresso. |
46 | তিনি আরো লিখেন: | Han skrev även [ja]: |
47 | কিটি বিড়ালের এই ল্যাট্টে আর্ট করতে অনেক সময় লাগে। তাই আমি অর্ডার নিতে হিমশিম খাচ্ছিলাম। | Min katt-kaffekonst tar så lång tid att skapa att jag inte kan ta emot beställningar på den när vi har fullt upp i kaféet. |
48 | এই পরিস্থিতিতে আমাকে বিপুল সংগ্রাম করতে হয়েছে। | Jag har grunnat över hur jag ska lösa situationen. |
49 | সপ্তাহের কাজের দিনগুলিতে ছ'টার পরেই দোকানে ভিড় কমে যায়। তাই আপনি যদি থ্রি-ডি আর্টের ল্যাট্টে কফি পেতে চান, তাহলে এই সময়টাতে আসুন। | Det är åtminstone lite lugnare på kaféet efter kl 18 under veckan, så om ditt besök gäller tredimensionell kaffekonst ber jag dig komma då. |
50 | Email লিখেছেনAyako Yokota | Detta inlägg skrevs ursprungligen av Ayako Yokota. |
51 | অনুবাদ করেছেন পান্থ রহমান রেজা (Pantha)@pantharahmanrez | Keiko Tanaka redigerade hennes inlägg assisterad av L. Finch. |