Sentence alignment for gv-ben-20120415-24941.xml (html) - gv-swe-20120415-2467.xml (html)

#benswe
1পেরুঃ কোন বিষয়টি ডলফিনদের মেরে ফেলছেPeru: Vad är det som dödar delfinerna?
2[উল্লেখ ছাড়া সকল লিঙ্ক স্প্যানিশ ভাষার][Alla länkar går till spanska webbplatser om inte annat anges]
3ডলফিন [ইংরেজী ভাষায়] হচ্ছে পৃথিবীর অন্যতম এক বুদ্ধিমান প্রাণী, যা পৃথিবীর প্রায় সকল মহাসাগরে পাওয়া যায় এবং এবং তার মধ্যে মাত্র কয়েকটি প্রাকৃতিকভাবে ঘাতক প্রকৃতির।Delfiner [sv] är ibland de mest intelligenta varelserna på jorden, återfinns i nästan alla världens hav och har mycket få naturliga fiender.
4পেরুর বিভিন্ন উপকূলে এই সমস্ত ডলফিনদের তাদের দেখতে পাওয়া যায়, যেখানে তারা সার্ফারদের সাথে সাঁতার কাটে। পারাকাশ-এর জাতীয় সংরক্ষিত উপকূলীয় এলাকা, অথবা উত্তর পেরুর পিউরার সমুদ্র উপকূলে তারা চলাফেরা করে, যা কিনা হ্যাম্পব্যাক নামক তিমির জন্য সংরক্ষিত এক অঞ্চল।I Peru kan de ses utefter olika delar av kusten, inklusive Limas stränder där de simmar längs med surfare i Paracas naturreservat, eller vid Piuras kustlinje, i norra Peru; ett område även knölvalar tycker om att vistas i.
5এই সংবাদ সৃষ্টি হয়েছে এই কারণ যে [ইংরেজী ভাষায়] বছরের প্রথম দিকে দেশের উত্তর অঞ্চলের উপকূলে ৩০০০ ডলফিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যা কিনা এক বিস্ময়ের সৃষ্টি করেছ।Detta är anledningen till att nyheten att 3.000 delfiner hittats döda utefter landets nordkust i början av året orsakat sådan förvåning.
6কার্লোস ইয়াইপেন লিয়ানোস, পেরুর সামুদ্রিক বৈজ্ঞানিক প্রাণী সংরক্ষণ সংস্থা অরকার [সায়েন্টিফিক অর্গানাইজেশন ফর কনজারভেশন ফর একুইটিক এ্যানিমাল] প্রধান, যিনি জানাচ্ছেন যে গভীর সমুদ্রে তেল গ্যাস এবং খনিজ পদার্থ অনুসন্ধানের কার্যক্রমের কারণে এই সমস্ত প্রাণীর মৃত্যু ঘটেছে।Carlos Yaipén-Llanos, chef för ORCA [Organización Científica para Conservación de Animales Acuáticos], en peruviansk organisation för bevarandet av marint liv, framhåller att dödsfallen är ett resultat av “akustiska störningar från undervattensutrustning använd vid prospektering av olja, naturgas och mineraler”.
7পেরুর পিস্কোর ডলফিনসমূহ, ছবি ফ্লিকার ব্যবহারকারী অ্যালিসিয় ০৯২৮-এর, এট্রিবিউশন ২.Delfiner i Pisco, Peru. Foto av Flickr-användare Alicia0928 under CC-licens.
8০ জেনেরিক ( সিসি বাই ২.Attribution 2.0 Generic (CC BY 2.0).
9০)। অরকার প্রধান উন্মোচন করেছেন যে মৃত ডলফিনের ময়না তদন্ত করে জানা গেছে যে এই সমস্ত ডলফিনসমুহ একুইট ডিকম্প্রেস সিন্ড্রোম নামক রোগে ভুগছিল।ORCA:s chef avslöjade också att kriminaltekniska analyser av de döda delfinerna visar att de lidit av “akut dekompressionssjuka [övers anm.
10এবং তাদের পেরিস্টোরিয়াল হাড়ে (সাধারণ হাড়ের মাঝের অংশ) ক্ষত এবং এবং তাদের কানের মাঝের অংশ রক্তক্ষরণ দেখা গেছে, এগুলোর শরীরের বিভিন্ন অঙ্গ যেমন লিভার, কিডনি এবং রক্ত সরবরাহ শিরায় বুদবুদ পাওয়া গেছে।: även kallat dykarsjuka] vilket framgår av benfrakturer, blödningar i mellanörat, utbrett lungemfysem, samt luftbubblor i diverse organ, som exempelvis lever, njurar och blodådror”.
11সংবাদপত্রগুলো এর পরে সংবাদ প্রদান করে যে, খনিজ পদার্থ অনুসন্ধানে সিসমিক থ্রিডি ( সিসমিক টমোগ্রাফি) নামক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, যা কিনা ধ্বনি বিষয়ক প্রভাব সৃষ্টি করে।En efterföljande nyhetsartikel nämner att det är användningen av en prospekteringsteknologi kallad Sísmica 3d, som orsakar de akustiska störningar som påverkar delfinerna.
12এর সেগুলোর প্রভার ডলফিনের উপর পড়েছে। সমুদ্রে তেল এবং গ্যাস-এর মজুত বিষয়ক তথ্য জানার জন্য টামোবস (পিউরার উত্তরে) নামক এলাকায় বিপিজেড নামক কোম্পানী এই অনুসন্ধান কার্য চালিয়েছে,।Företaget BPZ [en], baserat i Tumbes (norr om Piura), använder denna form av teknik för att samla in uppgifter om eventuella olje- och naturgasfyndigheter.
13উক্ত কোম্পানী এই বিষয়টি অস্বীকার করেছে যে তাদের অনুসন্ধানের কারণে সামুদ্রিক এই সব প্রাণীর মৃত্যু ঘটেছে, কিন্তু এর ফলে পরিবেশের প্রভাব বিষয়ক যে রিপোর্ট এসেছে, তা নির্দেশ করছে যে এই ঘটনায় এই প্রযুক্তির প্রভাব রয়েছে।Företaget har förnekat att deras undersökningar orsakar död hos marina arter, men artikeln om prospekteringsteknikens påverkan på miljön indikerar att den har konsekvenser.
14সংসদের সভাপতি ড্যানিয়েল আবুগাট্টাস এই আশার কথা ব্যাক্ত করেছেন যে পরিবেশ, উৎপাদন, জ্বালানী এবং খনি বিষয়ক মন্ত্রীরা পেরুর সংসদকে এই ঘটনা সম্বন্ধে তথ্য প্রদান করবে।Den peruvianska kongressens president Daniel Abugattás har deklarerat sin förhoppning om att ministrarna ansvariga för miljö, produktion, energi och gruvdrift ska hålla parlamentet informerat angående fallet.
15আরেকটি সূত্র ধারণা দিচ্ছে যে পেরুর সমুদ্রবিজ্ঞান ইনষ্টিটিউট বা আইএমএআরপিই-এর (ইনিস্টিটিউটো ডেল মার ডেল পেরু) এই বিষয়ে একটি আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করা উচিত।En annan källa föreslår att IMARPE, Instituto del Mar del Perú [ung.
16হার্ডি জোনস, ব্লুভয়েস.“det peruvianska havsinstitutet”], borde ge ut en officiell rapport.
17ওর্গ [ইংরেজী ভাষায়]-এর প্রতিষ্ঠাতা, যিনি সামুদ্রিক প্রাণী সংরক্ষণ বিষয়ক চলচ্চিত্র নির্মাতা এবং একটিভিস্ট। তিনি ২৫ মার্চে প্রকাশ করা ডাক্তার ইয়েপেন লিয়ানোসের প্রাথমিক রিপোর্টের বিষয়ে অভিজ্ঞতা লাভের জন্য পেরুতে এসে হাজির হন।Hardy Jones, grundare av BlueVoice.org [en], filmskapare och aktivist engagerad i bevarandet av marint liv, reste till Peru för att på egen hand uppleva Dr Yaipén-Llanos' inledande rapporter från den 25 mars.
18পেরুর উত্তর উপকূলে হাজির হয়ে ২৭ মার্চে তিনি টুইট করেন [ইংরেজী ভাষায়]:Han tweetade [en] från Perus nordkust den 27 mars:
19পেরুর উত্তরে উপকূলে সান জোসের ১৫০ কিলোমিটার বিস্তৃত উপকূলীয় এলাকা জুড়ে ৬১৫টি #ডলফিন মৃত অবস্থায় পড়ে ছিল।Hittade 615 döda #delfiner utefter 135 kilometer strand norr om San Jose, Peru.
20এ এক বেদনাদায়ক ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যায় না।Obeskrivlig tragedi.
21দয়া করা এটি পুনরায় টুইট করুন।Snälla, retweeta.
22এই ঘটনার অবশ্যই তদন্ত হওয়া উচিত।Det här måste undersökas.
23কি ভাবে তিনি ঘটনা সম্বন্ধে জানতে পারলেন, পেরু যাত্রা এবং সেখানে গিয়ে তিনি কি দেখলেন, এই বিষয়ে জোনস তার নিজস্ব ব্লগে বিস্তারিত বর্ণনা প্রদান করেছেন [ইংরেজী ভাষায়]:På sin personliga blogg beskriver [en] han i större detalj om hur han fick reda på vad som hänt, resan till Peru och vad han såg på plats:
24কার্লোস এবং তার দল বেশ কয়েকটি ডলফিনের শব ব্যবচ্ছেদ করেছেন।Carlos och hans team obducerade ett par av delfinerna.
25তারা বেশ কিছু সদ্যজাত সাধারণ ডলফিনের নাড়ী শরীরে যুক্ত ছিল, সেগুলো ছিল দোমড়ানো অবস্থায়।Att se en nyfödd vanlig delfin, med navelsträngen fortfarande kvar, var smärtsamt.
26সার্ফলাইনে আমরা কঠিন বালির সাথে দৌড়িয়েছি আর একটি করে মৃত ডলফিন দেখে আর্তনাদ করে উঠেছি।Vi körde utefter den packade sanden vid utkanten av där bränningarna bryts och ropade varje gång vi såg en död delfin.
27প্রথমে কয়েক মিনিট পর পর তাদের দেখা যাচ্ছিল, কিন্তু তারপর আমরা বিরতি নিতে বাধ্য হলাম, যখন অর্তনাদ চলতে থাকল, ডলফিন ডলফিন, অট্টোরা ডস মাস!Först blev det ungefär varannan minut. Men sedan kom intervaller då ropen lät: “delfin!
28দেখ দেখ ঐ কিনারে আরেকটা পড়ে আছে। ”Delphin! Otro!
29পরবর্তীতে তিনি ডঃ ইয়াইপেন-লিয়ানোসের আংশিক রিপোর্ট ব্লুভয়েস ব্লগে পোস্ট করেছেন [ ইংরেজি ভাষায়]:Dos mas! Där uppe finns en till vid sanddynen.”
30Senare publicerade [en] han delar av Dr Yaipén-Llanos' rapport på BlueVoices blogg:
31যেমনটা এর আগের রিপোর্টে দেখা গেছে, দুটি প্রজাতি আক্রান্ত হয়েছেঃ লংব্যাকড কমন এবং বামিস্টার প্রোপোসিস নামক ডলফিন।Som tidigare rapporterats har två arter påverkats: Långnosad vanlig delfin (Delphinus capensis) och svart tumlare (Phocoena spinipinnis).
32আমরা গণনা করে দেখলাম ৬১৫টি সাধারণ ডলফিন মারা গেছে।Vi räknade totalt 615 vanliga delfiner.
33এখানকার সকল বয়সের ডলফিন আক্রান্ত, প্রাপ্তবয়স্ক পুরুষ, মেয়ে, স্তন্যদাত্রী মা, যুবা, শিশু এবং সদ্যজাত ডলফিন।Alla åldergrupper hade påverkats: fullvuxna hannar, honor, digivande honor, halvvuxna, kalvar och nyfödda.
34আমরা গুণে দেখলাম ১৯টি ছিল প্রোপসিস নামক ডলফিন, এর সবকটি ছিল মেয়ে এবং শিশু ডলফিন।Vi räknade 19 tumlare, enbart honor och kalvar.
35অরকা যা আবিষ্কার করেছে তার ছবি প্রতিষ্ঠানে ফেসবুকে প্রদান করেছে।ORCA har delat foton på Facebook som visar deras upptäckter.
36সিএনএন স্প্যানিশ নামক টিভি চ্যানেল এই ঘটনায় ডঃ ইয়াইপেন লিয়ানোস-এর সাক্ষাৎকার গ্রহণ করেছে।Dr Yaipén-Llanos intervjuades på spanska CNN om händelserna.
37নীচের এই ভিডিওটি, উত্তর পেরুর সমুদ্র উপকূলে হার্ডি জোনস এবং কার্লোস ইয়াইপেন লিয়ানোসের যাত্রার উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে::Följande video [en] visar del av Hardy Jones och Carlos Yaipén-Llanos' resa längs med norra Perus kust:
38এদিকে ১০ এপ্রিল, ডলফিনের মৃত্যু এবং তেল গ্যাসের অনুসন্ধানের মাঝে সম্পর্কের বিষয় নিয়ে আলোচনার জন্য পরিবেশ এবং মৎস মন্ত্রী পরস্পরের সাথে মিলিত হয়।Under tiden träffades ministrar för miljö och fiske den 10 april för att ge sina rapporter angående kopplingen mellan oljeprospektering och delfinernas död.
39পরিবেশের কারণে সামুদ্রিক প্রাণীকুলের উপর তৈরী হওয়া জটিলতা এড়ানোর জন্য গ্রহণ করা পদক্ষেপসমূহের বিষয়েও তাদের রিপোর্ট প্রদান করার কথা। বর্তমানে এক রিপোর্টে দেখা যাচ্ছে যে ২০,০০০ ডলফিন এবং অন্যান্য প্রাণী মৃত্যুমুখে পতিত হবার মত বিপদের সম্মুখীন।De hade även i uppgift att rapportera om de åtgärder som tagits för att undvika en ännu större miljömässig påverkan på det marina djurlivet, efter att en rapport visat att ca 20.000 delfiner, så väl som andra arter, är i livsfara.
40পেরুর সমগ্র উপকূলে সিসমিকা থ্রিডি নামক যন্ত্রের ব্যবহার নিয়ে তদন্তের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।Undersökningar angående användningen av Sísmica 3d har planerats utefter hela den peruvianska kustlinjen.