# | ben | swe |
---|
1 | স্পেন: ব্যাংকের দায়মুক্তির বিরুদ্ধে গণতহবিল | Spanien: Projekt för kollektiv finansiering mot straffrihet för banken |
2 | এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সংকটে ইউরোপ-এর অংশ। | |
3 | সরকারের নির্লিপ্ততা এবং জেলা অ্যাটর্নির কার্যালয় ব্যাংকিয়া‘র সাবেক চেয়ারম্যান রডরিগো রাতোকে দিয়েই ব্যাংকিয়ার ব্যবস্থাপনা তদন্ত করার পরিপ্রেক্ষিতে আদালতে একটি অভিযোগ দায়ের করার এবং দক্ষতার সাথে একটি আইনগত তদন্ত পরিচালনার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্যে স্পেনের জনগণ অনুদানের মাধ্যমে তহবিল সংগ্রহ করছে। | Inför regeringens och åklagarmyndighetens passivitet över en undersökning om hur den tidigare ordföranden för Bankia [en], Rodrigo Rato, har skött sina uppgifter, samlade folk in pengar för att lägga fram en stämning och kunna uppfylla villkoren för att processen ska kunna genomföras på ett effektivt sätt. Initiativet har under olika namn fått en massiv uppföljning genom de sociala nätverken, däribland #CrowdfundPaRato [sp]. |
4 | সামাজিক নেটওয়ার্কেগুলোতে কয়েকটি হ্যাশট্যাগে উদ্যোগটি ব্যাপকভাবে অনুসৃত, যাদের একটি হলো #গণতহবিলপারাতো [স্প্যানিশ ভাষায়]। | På ett dygn insamlades mer än de 15 000 € som behövdes, vilket fick sidan för crowdfunding, Goteo, att kollapsa för ett par timmar [sp]. |
5 | গণতহবিলের গোতেও ওয়েবসাইটটিকে কয়েক ঘণ্টার জন্যে অবসন্ন করে দিয়ে [স্প্যানিশ ভাষায়] ২৪ ঘন্টায় প্রয়োজনীয় তহবিল ১৫ হাজার ইউরোর চেয়ে বেশি সংগৃহিত হয়েছে। | Arrangörerna har bett om att man inte ger mer pengar just nu, då målet har uppfyllts med råge. |
6 | ইতোমধ্যেই অনেকটা উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয়েছে বলে উদ্যোক্তারা আর কোন অর্থ দান না করতে বলেছেন। | På Goteos webbsida som ställts till förfogande för den gemensamma finansieringen av projektet [sp], förklaras att syftet och målet med projektet är: |
7 | গণতহবিল প্রকল্পের জন্যে সক্রিয় করা ওয়েবসাইটটি [স্প্যানিশ ভাষায়] এই প্রকল্পের প্রণোদনা এবং উদ্দেশ্য ব্যাখ্যা করেছে: | Den spanska konstitutionen, i artikel 119, fastställer att rättvisa kommer att vara gratis när lagen så bestämmer och, i vilket fall som helst, för dem som kan visa att de saknar resurser att processa. |
8 | এই ক্ষেত্রে এটা আমাদের কাছে স্পষ্ট যে ব্যাংকিয়ার জালিয়াতির জন্যে দায়ী রাতো এবং অন্যান্য কর্মকর্তাদের কারাগারে আনার উদ্যোগটি আইন প্রণেতারা সহজেই সমর্থন করবেন না। | I vårt fall förstår vi att sätta Rato och andra ansvariga för det svindlade Bankia bakom lås och bom, inte precis är ett initiativ som kommer att stödjas av dem som stiftar lagar. |
9 | বাস্তবে আমাদের কাছে বিশাল পরিমাণ টাকা না থাকায় এই প্রক্রিয়াটি কোনভাবেই কাজে লাগবে না। | Inte heller kommer det att hjälpa att vi intygar att vi inte har den enorma mängd av finansiella resurser som krävs för en process av den här dimensionen. |
10 | অল্প কথায়, আমরা রাস্ট্রের হাতিয়ারগুলোর উপর ভরসা করতে পারবো না যন্ত্রের উপর গণনা করতে সক্ষম হবে না (আমরা যে তাদের খুব একটা বিশ্বাস করি তা নয়)। | Kort sagt, vi kommer inte kunna räkna med statens instrument (vilka vi för övrigt inte litar på mycket heller). |
11 | এবং তারা মনে করে অর্থের অভাবে আমরা এটা করতে পারবো না। কিন্তু তারা জানে না যে আমরা অনেক এবং আমাদের প্রত্যেকের ছোত ছোট অবদানেই আমরা এটা করে ফেলতে পারবো। | De tror dessutom inte att vi kan göra det eftersom vi inte har några pengar, men de räknar inte med att vi är många och att med att litet bidrag från var och en kommer vi att lyckas. |
12 | গোতেওর ব্যানার স্টেফ. | Banderoll från Goteo för kampanjen att kollektivt finansiera rättsprocessen mot Rodrigo Rato. |
13 | এস[স্প্যানিশ] ব্লগে @ফানেতিন ব্যাখ্যা করেছেন টাকা কিভাবে ভাগ হবে: | I sin blogg steph.es/blog [sp] förklarar @fanetin hur pengarna skall delas upp: |
14 | নিঃসন্দেহে স্পেনে অর্থনৈতিক সংকটের জন্যে দায়ীদের বিচার করার জনপ্রিয় উদ্যোগ এখনও চালু রয়েছে এবং যেকোন সময়ের তুলনায় শক্তিশালী। | Det folkliga initiativet att åtala de ansvariga för den ekonomiska krisen [en] i Spanien pågår och är starkare än någonsin. Som du kan läsa på webbplatsen för rörelsen 15mparato [sp]: |
15 | ১৫এমপারাতো [স্প্যানিশ ভাষায়] ওয়েবপেজে যেমন পড়া যাবে: আমরা তার কারাদণ্ড এবং বেআইনিভাবে স্টক প্রদান করে অর্জন করা পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুরোধ করবো। | Vi kommer att genomföra civilrättsliga och straffrättsliga åtgärder mot medlemmarna av Bankias styrelse, för den tid som den leddes av Rodrigo Rato, och mot styrelsen i Sparbanken, den giftiga och förödande konstellationen som man påtvingade staten. |
16 | তারা চার লক্ষ বিনিয়োগকারীকে - বেশিরভাগ ক্ষেত্রেই, ব্যাংকের গ্রাহকদের - অর্থ প্রতারণা করেছে এবং রহস্যজনকভাবে সেগুলো এখন লা-পাত্তা হয়ে দেশটিকে দেউলিয়া হবার দ্বারপ্রান্তে টেনে এনেছে। | Vi kräver fängelse och beslagtagande av deras tillgångar motsvarande det belopp som erhållits med oegentlig aktieinvestering. De har lurat 400 000 investerare - i många fall bankens småsparare - för att försnilla dem på deras pengar och nu mystiskt är borta, vilket har fört landet till randen av undsättning. |
17 | এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সংকটে ইউরোপ এর অংশ। | |