Sentence alignment for gv-ben-20130702-37173.xml (html) - gv-swe-20130611-3947.xml (html)

#benswe
1ভিডিওঃ ব্রাজিলে এক শিশুর নিরামিষ ভোজনের জ্ঞানের ভিডিও ছড়িয়ে পড়েছেVIDEO: Brasiliansk pojkes vegetariska visdom sprids som en löpeld på webben
2তিন-বছর বয়সী লুইজ এন্টনিও - এর একটি ইউটিউব ভিডিও আছে যেখানে সে তাঁর মাকে ব্যাখ্যা করছে, কেন সে দুপুরের খাবারে অক্টোপাসের নচ্ছি খেতে চায় না।
3ভিডিওটি বর্তমানে সারা বিশ্বজুড়ে সর্বাধিকবার দেখা ভিডিও - এর খেতাব জিতেছে।[Alla länkar går till portugisiska sidor, om inte annat anges.]
4ব্রাজিলের ছোট বাচ্চাটি তর্ক করছে, সে মাংশ খেতে পছন্দ করে না। কারন, “আমরা পশুদের খেয়ে ফেললে তাঁরা মারা যায়” এবং বলেছে, সে প্রাণীদের জীবিত ও সুখী দেখতে ভালোবাসে।En YouTube-video av treårige Luiz Antonio, som förklarar för sin mamma varför han inte vill äta bläckfisk-gnocchi till lunch, har blivit den senaste webbhiten världen över.
5সে আরো ব্যক্ত করেছে, আমাদের “তাঁদের খেয়ে ফেলা উচিৎ নয়, তাঁদের যত্ন নেওয়া উচিৎ”। প্রকৃত ভিডিওটি ১৫ মে, ২০১৩ তারিখে পর্তুগিজ ভাষায় ইউটিউবে আপলোড করা হয়, যা মাত্র দু'সপ্তাহে প্রায় ১,৫০০,০০০ বারের কাছাকাছি দেখা হয়ে গেছে।Den unge brasilianaren säger att han inte tycker om att äta kött för att “när vi äter djur så dör de” och att han tycker om att se djuren “springa omkring, glada” samt förklarar att vi måste “ta hand om dem, inte äta dem.”
6এটির ইংরেজী সংস্করনটি ২৯ মে প্রকাশিত হয় এবং কেবলমাত্র তিনদিনের মধ্যে তা প্রায় ৯০০,০০০ বারের বেশী দেখা হয়ে গেছে।Den portugisiska originalvideon, som laddades upp på YouTube den 15 maj 2013, har setts av nära 1.500.000 på bara två veckor.
7এমন একটি দেশ যেখানে খুব সামান্য সংখ্যক লোক নিরামিষভোজী খাদ্যাভ্যাসে অভ্যস্ত, সেখানে এই ভাইরাসের মতো ছড়িয়ে পরা ভিডিওটি ইউটিউব ও ফেসবুকে নিরামিষ ভোজন সম্পর্কে একটি উত্তপ্ত বিতর্কের স্ফুলিঙ্গ নির্গত করেছে।
8কার্লোস অগাস্টো এন্ড্রেড কারনটি ব্যাখ্যা করেছেনঃ ভিডিওটি ফেসবুকে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে।Dn engelska versionen publicerades den 29 maj och sågs över 900.000 gånger på bara tre dagar innan den gjordes privat.
9এটি এমন ভিডিওগুলোর একটি যা সবধরনের মানুষের সাথে আপনি শেয়ার করতে পারেনঃ আপনার মা, আপনার খালা, আপনার বন্ধু, যার সাথে আপনি বিদ্যালয় থেকে একত্রে আছেন… এবং যদিও ফেসবুক ও ইউটিউবে কিছু গ্রুপ নিরামিষ ভোজন সম্পর্কে আলোচনা করতে ভিডিওটি ব্যবহার করেছে।I ett land där enbart en mycket liten del av befolkningen valt en vegetarisk livsstil har den snabbt spridda videon utgjort grundval för häftiga diskussioner om vegetarianism på YouTube och Facebook. Carlos Augusto Andrade förklarar varför:
10আমরা বুঝতে পারছি এটি যে কারনে ছড়িয়ে পরেছে তা হলোঃ একটি ভিডিও যেখানে একটি মিষ্টি বাচ্চা অদ্ভুতভাবে তাঁর বয়সের চেয়ে বেশি বাকপটু এবং এমন একটি বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানাচ্ছে যা আমাদের অনেকের মাঝেই বাধা দেয়ার ও প্রতিক্রিয়া জানানোর মতো প্রভাব বিস্তার করে। “গোলমাল ছাড়া নিরামিষভোজী রান্না” বিষয়ক ইউটিউবের একটি অনুষ্ঠান, ভেজেটারির‍্যাঙ্গো - এর পুরোভাগের প্রধান পাচক ফ্লাভিও গিউস্টি তাঁর ফেসবুক পেজে “ছোট্ট ছেলেটি, যে ইন্টারনেটে সবাইকে ছুঁয়ে গেছে” শিরোনামে স্নেহ-নিবেদন করে একটি ব্যানার প্রকাশ করেছেন।Videon som spriddes så snabbt på Facebook igår [den 29 maj, 2013] är en sådan som du delar med alla sorters människor: din mamma, din faster, dina coola kompisar, gamla skolkamrater… Och även om en del grupper på Facebook och YouTube har använt videon för diskussioner om vegetarianism, förstår vi att den spritts så vitt och så snabbt helt enkelt beroende på vad den är: en gullig video av ett barn som är förunderligt vältaligt för sin ålder, och som reflekterar över någonting som de flesta av oss inte bryr sig om att stanna till och reflektera över.
11শুধুমাত্র এই ব্যানারটিকে ১,১৪৫ বারের চেয়েও বেশি বার শেয়ার করা হয়েছেঃ লুইজ অ্যান্টনিও - এর দর্শনঃ “আমরা প্রাণিদের খেয়ে ফেললে তাঁরা মারা যায়।Flavio Giusti, kocken som är galjonsfigur för VegetariRANGO - en YouTube-show kallad “Vegetarisk matlagning utan tjafs” - publicerade en hyllning till “den lille pojke som rört alla på webben” på sin Facebook-sida.
12আমি এটা পছন্দ করি না। আমি তাঁদের জীবিত দেখতেই বেশি পছন্দ করি।Enbart den här bilden har delats över 1.145 gånger:
13আমাদের উচিৎ তাঁদের দেখাশোনা করা, তাঁদের খেয়ে ফেলা নয়”।Luiz Antonios filosofi: “När vi äter djur dör de.
14শিশুটির কথার সরলতায় অনুপ্রাণিত হয়ে কিছু লোক মাংশ-মুক্ত জীবনধারণ বেছে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।Jag tycker inte om det, jag tycker om när de springer omkring, glada. Vi måste ta hand om dem, inte äta dem.”
15যেমন ব্লগার ভিভিয়ান জানদোনাদি তাঁর অনেক বন্ধুবান্ধবের সাথেই ভিডিওটি শেয়ার করেছেন।Inspirerade av enkelheten hos barnets argument har en del människor valt en livsstil utan kött, exempelvis många av de vänner med vilka bloggaren Viviane Zandonadi delade videon.
16একজন খাদ্য লেখিকা চিন্তায় পরে গেছেন, যদি তাঁর মেয়ে তাঁকে একই ধরণের প্রশ্ন করা শুরু করে তখন তিনি কি করবেনঃHon är matskribent, och undrade vad hon själv skulle göra då hennes dotter började fråga samma sorts frågor:
17আমি উদ্বিগ্ন।Jag är lite orolig.
18যখন আমার সময় আসবে, যদি কাটা আমাকে খাদ্য শৃঙ্খলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করে তখন আমি কি বলব, তা সম্পর্কে আমার কোন ধারণা নেই।När det blir min tur, om Cata börjar ifrågasätta näringskedjans logik, har jag ingen aning om vad jag ska säga.
19লুইজ এ্যান্টনিও আমার যুক্তিগুলোকে বিপর্যস্ত করে দিয়েছে।Luiz Antonio har skjutit mina argument i sank.
20ভিডিওটির শেষে লুইজ এ্যান্টনিও - এর মা কেঁদে ফেলেন এবং তাঁর ছেলেকে শুধুমাত্র ভাত ও আলুগুলো খেতে বলেন।Vid slutet av videon ber Luiz Antonios mamma, med tårfyllda ögon, sin son att bara äta riset och potatisen.
21এসার্টো ডি কন্টাস ব্লগের জন্য গুইলহারমে কারভালহো লিখেছেন, তিনি আশা করেন অন্যান্য বাবা-মায়েরাও তাদের বাচ্চাদের সংবেদনশীলতাকে সম্মান করবেন।
22তিনি এটাও আশা করেন যে তারা জোর করে বাচ্চাদের মত পরিবর্তন করতে মিথ্যার অবলম্বন করা অথবা নির্বোধের মতো তর্ক করা বন্ধ করবেনঃ তাই, ২০১৩ সালে এসে আমাদের শিশুদের সাথে প্রতারণা করা বন্ধ করার সময় হয়েছে।Som skribent för Acerto de Contas blogg hoppas Guilherme Carvalho att andra föräldrar börjar respektera känsligheten hos sina barn, och sluta ta till lögner eller alltför förenklade argument för att tvinga barnen att ändra sina åsikter:
23অন্যের দুঃখে দুঃখ বোধ করার তাদের অনুভূতি, যখন তারা প্রাণী ভক্ষণের আগ্রহ না দেখায় তখন তাদের ইচ্ছাকে দমন করা বন্ধ করার সময় এসেছে।Så, nu år 2013, är det dags att vi slutar bedra våra barn och förtrycka deras medkänsla när de inte visar någon önskan att äta djur.
24চলুন, এই স্বার্থহীনতা এবং অন্যের দুঃখে দুঃখ বোধকে সম্মান করি এবং মূল্য দেই।Låt oss respektera och värdera denna altruistiska och medkännande inställning.
25শিশুর নিরামিষভোজী হওয়াটা কোন সমস্যা নয় এবং আজকাল ব্যাপক তথ্য প্রমান রয়েছে, যাতে দেখা যায় এই অভ্যাসটির অনেক স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা রয়েছে।Att ha ett vegetariskt barn är inga problem, och idag finns det ett stort utbud litteratur som demonstrerar en sådan livsstils potentiella fördelar för hälsan.
26লুইজ এ্যান্টনিও - এর ভিডিওটি দেখে অনেকেই নড়ে চড়ে বসেছেন এবং আশান্বিত হয়েছেন।Luiz Antonios video har gjort många människor berörda - och fyllt dem med hopp.