# | ben | swe |
---|
1 | সিরিয়ার বিপন্ন ঐতিহ্যবাহী স্থানগুলো সংরক্ষণ করুন | Rädda Syriens hotade kulturarv [Alla länkar går till engelskspråkiga sidor om inte annat anges.] |
2 | এই পোস্টটি আমাদের সিরিয়ার বিক্ষোভ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ। | Detta inlägg är del av vår specialövervakning Protesterna i Syrien 2011/12. |
3 | মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি সিরিয়ার ঐতিহ্যের বিরুদ্ধেও একটি গণহত্যা চলছে। | Samtidigt som dödssiffrorna stiger begås övergrepp mot Syriens kulturarv. |
4 | এই সমস্যাটি সম্পর্কে মূলধারার এবং সামাজিক উভয় মিডিয়াতেই সামান্যই বলা হচ্ছে। | Det talas inte mycket om den här frågan varken i vanliga eller sociala medier. |
5 | উদাহরণস্বরূপ, আপনি কি জানেন যে এই দেশের ছয়টি সাইট ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ (বিশ্ব ঐতিহ্য) তালিকাভুক্ত? | Visste du förresten att landet har sex platser med på Unescos lista över världsarv? |
6 | সেগুলো হলো প্রাচীন নগরী আলেপ্পো, প্রাচীন নগরী বসরা, প্রাচীন নগরী দামেস্ক, উত্তর সিরিয়া প্রাচীন কিছু গ্রাম, ক্র্যাক দে শ্যাভেলিয়ে এবং পালমিরার কাল'আত সালাহ এল-দিন। | Det är de antika städerna Aleppo, Bosra, Damascus, de antika byarna i norra Syrien, Crac des Chevaliers och Qal'at Salah El-Din i Palmyra. |
7 | এছাড়াও আরো ১২টি ঐতিহাসিক স্থান একটি সম্ভাব্য তালিকায় রয়েছে। | Dessutom står ytterligare tolv historiska platser på en preliminär lista. |
8 | ৩০শে মার্চ, ২০১২ তারিখ থেকে ইউনেস্কো বিশ্বের কাছে সিরিয়ার পুরাকীর্তি সংরক্ষণের আবেদন করেছে। | Sedan den 30 mars 2012 har Unesco vädjat till världen att skydda Syriens monument. |
9 | ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা বলেছেন: | Irina Bokova, Unescos generaldirektör, sa: |
10 | “দেশের ঐতিহ্যের ক্ষতি মানে দেশটির মানুষের আত্মা এবং তাদের পরিচয়ের ক্ষতি।” | Skadar man landets kulturarv så skadar man dess folksjäl och identitet. |
11 | বিশেষ করে বিদ্রোহী ও শাসকগোষ্ঠীর সেনাবাহিনী ক্রসফায়ারের মধ্যে পড়ে গিয়েছে আলেপ্পো নগরী। | I synnerhet staden Aleppo har hamnat mitt i skottlinjen mellan rebeller och regimens armé. |
12 | এটাই আরো একবার জাতিসংঘের প্রতিষ্ঠান এবং এর অধীনস্থ ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সতর্কীকরণে উৎসাহিত করেছে। | Detta har fått FN-organet och dess underkommitté Världsarvskommittén att än en gång slå larm. |
13 | ধ্বংস, লুটতরাজ, লুণ্ঠন এবং অবৈধ পাচার… হাজার হাজার বছর ধরে টিকে থাকা ধনসম্পদের এটাই ভাগ্য। | Förstörelse, plundring, skövling och illegal handel… detta är ödet för en kulturskatt som har överlevt i tusentals år. |
14 | সিরিয়ার ইতিহাসের ক্ষতি নথিবদ্ধ করতে ‘হুমকির মুখে সিরিয়ার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য' শিরোনামে একটি ফেসবুক পৃষ্ঠা এবং ইউটিউব অ্যাকাউন্ট তৈরী করা হয়েছে যেখানে আরবি, ফরাসি, ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় তথ্য পাওয়া যাচ্ছে। | För att dokumentera skadorna på Syriens historia har en Facebook-sida och ett YouTube-konto skapats under rubriken “The Syrian archaeological heritage under threat'” (Syriens arkeologiska kulturarv under hot), med information på arabiska, franska, engelska och spanska. |
15 | সেই পৃষ্ঠাটির পিছনের কারো আসল পরিচয় দেয়া হয়নি। তবে মনে হয় তারা সেই দেশে কাজ করা সিরিয়ার বা অভিবাসিত প্রত্নতাত্ত্বিকদের একটি গোষ্ঠী। | Det finns ingen information om den verkliga identiteten hos dem som ligger bakom sidan, men det verkar vara en grupp syriska eller utländska arkeologer som har arbetat i landet. |
16 | কোন একটি নোটের এই আবেদনটি আমরা পড়তে পারি: | I ett av inläggen kan vi läsa följande vädjan: |
17 | শান্তির জন্যে আমাদের সবচেয়ে আন্তরিক শুভেচ্ছা পাঠানো ছাড়া তাদেরকে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে আমাদের সাহায্য করার তেমন কিছু নেই। | Det är inte mycket vi kan göra för att hjälpa dem ut ur situationen förutom att skicka dem vår djupaste önskan om fred. |
18 | তবে আমরা কিছু একটা করতে পারি। | Det finns emellertid en sak vi kan göra. |
19 | সিরীয়রা দেখছে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য কেমন বিপদের মধ্যে আছে কীভাবে এগুলোর গুরুত্বপূর্ণ ক্ষতি হচ্ছে। | Syrierna ser sitt kulturarv i fara och hur det håller på att skadas avsevärt. |
20 | তাদের সমষ্টিগত সাংস্কৃতিক ঐশ্বর্যের একটি অংশ নাটকীয়ভাবে হারিয়ে যেতে পারে। | Delar av deras kulturrikedom kan gå helt förlorade. |
21 | এই ঐতিহ্য রক্ষা প্রচেষ্টায় অবদান রাখতে আমরা যা করতে পারি তা হলো: আমরা মাটি খূঁড়ে পাওয়া আমাদের সব প্রত্নতাত্ত্বিক উপাদান স্থানীয় জাদুঘরে পাঠিয়ে দিয়েছি অথবা আমাদের মিশন ঘরে রেখে এসেছি। | Detta är vad vi kan göra för att bidra till att försöka bevara kulturarvet: Vi har alla skickat allt arkeologiskt material från våra utgrävningar till de lokala muséerna, eller lämnat det i våra missionshus. |
22 | দেশের অনেক অঞ্চলে বিদ্যমান অনিশ্চিত পরিস্থিতির কারণে এইসব উপাদানের বেশিরভাগ হারিয়ে যেতে পারে। | Mycket av detta material kan försvinna på grund av den osäkra situation som råder i många delar av landet. |
23 | তাই প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন হারিয়ে যেতে পারে এমন উপাদানগুলোর আমাদের আর্কাইভ তালিকা এবং ক্যাটালগগুলো প্রস্তুত করে রাখি। | Så kära kollegor, låt oss ha alla vår arkiv, inventarielistor och kataloger redo, för att hjälpa till att spåra materialet i den händelse det skulle försvinna. |
24 | সময় হলে এই কাজটি সমস্যার পূর্ববর্তী পরিস্থিতিতে খুঁড়ে বের করা প্রত্নতাত্ত্বিক উপাদানসমূহের আরো ভাল রূপরেখা প্রণয়নে অবদান রাখবে। | När tiden är inne kommer detta att bidra till att bättre kunna överskåda situationen med det utgrävda arkeologiska materialet innan problemen inträffade. |
25 | উদাহরণস্বরূপ এটি হোমসের বাব আল দ্রেইবের ঐতিহাসিক এলাকাতে ধ্বংসের একটি উদাহরণ: | Här är till exempel en bild på förstörelse i det historiska distriktet Bab Al Dreib i Homs: |
26 | ধ্বংস করা হোমস নগরের বাব আল দ্রেইবের ঐতিহাসিক এলাকা | Det historiska distriktet Bab Al Dreib i staden Homs ödelagt |
27 | এটি হোমসের বাব আল তুর্কমান: | Det här är Bab al Turkman i Homs: |
28 | হোমস ধ্বংসের আগের আরেকটি ঐতিহাসিক অংশ | En annan historisk del av Homs ödelagd |
29 | এবং এটি বিখ্যাত আলেপ্পো দূর্গ আগে এবং পরে:: | Detta är den kända citadellen Aleppo, före och efter: |
30 | একসময়ের খুব বিখ্যাত আলেপ্পো দূর্গটি | Den en gång så kända citadellen Aleppo |
31 | একটি পাথরের ব্লক। বিখ্যাত আলেপ্পো দূর্গ এরকম হয়ে উঠছে | En stenhög är vad den kända citadellen Aleppo håller på att förvandlas till |
32 | মিদান এলাকার প্রাচীন বাজারটিও ক্ষতিগ্রস্ত হয়েছে: | Den gamla souken i Midan har också tagit skada: |
33 | দামেস্কের মিদান এলাকার পুরানো বাজারের দশা এরকম হয়েছে | Så här ser den gamla souken i distriktet Midan i Damaskus nu |
34 | ইউটিউবে কিছু সংখ্যক ভিডিও ঐতিহাসিক স্থানের সাইটের ক্ষতির পরিমাণ প্রদর্শন করছে। | På YouTube visas ett antal videoklipp om hur omfattande skadorna är på några historiska platser. |
35 | এখানে একটি নমুনা দেয়া হলো: | Här är ett exempel: |
36 | এটি বোমা বর্ষিত তেল বিসি'র এটি আবু উবাইদাহ আল জাররাহ মসজিদ: | Det här är moskén i Abu Ubeida al Jarrah i Tell Bysse som har bombats: |
37 | প্রাচীন নগরী আলেপ্পোর অবস্থা | Situationen i den gamla staden Aleppo |
38 | একটি শেলের আঘাতপ্রাপ্ত সাইদানিয়ার মঠ: | Klostret i Saidnaya som har träffats av en granat: |
39 | কালা'ত আল মাদিকে বোমাবর্ষণ- আপামে দূর্গ | Qalaat Al Madiq som bombar palatset i Apamea |
40 | সিরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করার জন্যে একটি পিটিশন আভা'জ-এ পাওয়া যাচ্ছে। | En petition att rädda Syriens kulturarv finns också på Avaaz. Detta inlägg är del av vår specialövervakning Protesterna i Syrien 2011/12. |