# | ben | swe |
---|
1 | রাশিয়া কি বিটকয়েনের ব্যবহার পুনর্বিবেচনা করছে ? | Ryssland omprövar Bitcoin? |
2 | রাশিয়া কি বিটকয়েনের ব্যবহার পুনর্বিবেচনা করছে? | [Samtliga länkar leder till engelskpråkiga sidor om inte annat anges.] |
3 | ছবিঃ কেভিন রথরক। | Ryssland omprövar Bitcoin? |
4 | ইউক্রেনে রাশিয়ার বিতর্কিত কর্মকান্ডের জন্য ক্রেমলিনের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে। | Bilder av Kevin Rothrock. |
5 | এই নিষেধাজ্ঞার অংশ হিসেবে মাস্টারকার্ড ও ভিসা রাশিয়ায় তাঁদের নির্দিষ্ট লেনদেনের প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। | I samband med amerikanska sanktioner mot Kreml till svar på deras handlingar i Ukraina har MasterCard and Visa slutat att ta emot vissa transaktioner i Ryssland. |
6 | এই পদক্ষেপ রাশিয়ার আর্থিক সমস্যার একটি সমাধান হিসাবে ডিজিটাল মুদ্রা ব্যবহারে উৎসাহীদের বিটকয়েন উত্থাপন করতে অনুপ্রাণিত করেছে। বিটকয়েন হচ্ছে বিশ্বের নেতৃস্থানীয় অপ্রকাশিত মুদ্রা। | Detta har inspirerat somliga entusiaster för digital valuta att föreslå Bitcoin, den ledande kryptovalutan i världen, som en lösning på Rysslands penningproblem. |
7 | রাশিয়ায় বিটকয়েনের জনপ্রিয়তা সার্বজনীন নয়। | Bitcoins popularitet i Ryssland är inte allomfattande. |
8 | গত জানুয়ারী মাসে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে দেয়, সরকার যেন বিটকয়েনের ব্যবহার সম্ভাব্য মানি লন্ডারিং বা সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থায়ন হিসেবে গণ্য করে। | I januari varnade centralbanken att regeringen skulle komma att behandla all användning av Bitcoins som potentiell penningtvätt eller terroristfinansiering. |
9 | তবে, এক মাস পরে, কর্মকর্তারা বিটকয়েন বা ডিজিটাল মুদ্রার উপর তাদের এই অবস্থান কিছুটা নরম করেন। কারণ, তখন বিটকয়েনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা অনুমোদনে অস্বীকার জানানো হয়। | Flera månader senare lättade dock ämbetsmännen på sitt ställningstagande till den digitala valutan och vägrade att godkänna ett totalförbud mot Bitcoins. |
10 | বর্তমানের নীতি হচ্ছে - নিষেধ নয়, নিয়ন্ত্রণ। | Regulering, inte bannlysning, var nu dagens ord. |
11 | বর্তমানে রাশিয়ার বিভিন্ন অনলাইন এবং অফলাইন দোকান এবং হোটেলে অর্থ পরিশোধের ক্ষেত্রে বিটকয়েন গৃহীত হচ্ছে। | Bitcoins är för närvarande accepterat som betalningsmedel i flera nätbaserade och fysiska butiker och hotell i Ryssland. |
12 | দেশটিতে ২০৪,৫০২ জন বিটকয়েন ব্যবহারকারী রয়েছে, যা বৈশ্বিক ব্যবহারকারীদের তালিকায় পঞ্চম (রাশিয়ার চেয়ে এগিয়ে থাকা চার জাতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ১,১৩৩,২৭২ জন, চীনে ৩৬৮,০০৪ জন, জার্মানিতে ২৪৭,৬৫৮ জন এবং যুক্তরাজ্যে ২২০,১৪৫ জন বিটকয়েন ব্যবহারকারী রয়েছেন)। | Landet rankar femte i användare globalt, med 204 502 användare. (De fyra nationerna som är före Ryssland är USA, med 1 133 272 användare, Kina, med 368 004, Tyskland, med 247 658, och Storbritannien med 220 145.) |
13 | রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় অনলাইন সামাজিক নেটওয়ার্ক ভিকনটাক্টে বিটকয়েন নিবেদিত একটি গ্রুপ আছে। | På VKontakte, Rysslands populäraste sociala online nätverk, finns det en grupp tillägnad Bitcoins med mer än sextontusen medlemmar. |
14 | এর সদস্য সংখ্যা ষোল হাজারের অধিক। ভিকে'র প্রতিষ্ঠাতা পাভেল ডুরভ এই ক্রিপ্টো মুদ্রার প্রশংসা করেছেন। | VKs grundare, Pavel Durov, har prisat kryptovalutan och gäckande jämfört den med Rysslands officiella lagliga betalningsmedel, rubeln: |
15 | রাশিয়ার অফিসিয়াল আইনে স্বীকৃত রুবলের সাথে এর বিদ্রূপাত্মক তুলনা করে বলেছেন: | Bitcoins underhålls genom den kombinerade drivkraften av många användare, och mängden [av Bitcoins] är begränsad. |
16 | অনেক ব্যবহারকারীদের কম্পিউটিং শক্তি বিটকয়েনকে সমর্থন করে এবং এর [বিটকয়েন এর] সংখ্যা সীমিত। ধনী ও শক্তিশালীদের কাছ থেকে বিটকয়েন যে বিপদের সম্মুখীন হবে তা হল তারা “জাতীয় মুদ্রা” নামের আরো আবর্জনা তৈরি করে তারা এটি লুণ্ঠন করতে হস্তক্ষেপ করবে [কর্তৃপক্ষ যা করে]। | Faran som Bitcoin utgör för de rika och mäktiga är att den kommer i konflikt med rånet av folkmassorna [vilket myndigheterna utför] genom att ge ut mera skräp som de kallar “den nationella valutan”. |
17 | রুশ বিটকয়েন ভক্তরা বেশ কিছু ফোরামে যোগাযোগ করছেন। উদাহরণ স্বরূপ এমন একটি ফোরাম হচ্ছে, বিটকয়েন নিরাপত্তা, যা তের হাজারের উপর ব্লগারদের আকর্ষণ করেছে। | Ryska Bitcoin anhängare interagerar på flera forum, som till exempel Bitcoin Security, vilket drar över trettontusen bloggare. |
18 | কমিউনিটিটি বলছে, এটি ডিজিটাল মুদ্রা সম্পর্কে জনগণকে শিক্ষিত করে তুলতে চায়। | Grupperna säger att de vill informera allmänheten om digital valuta. |
19 | রাশিয়ার প্রথম বিটকয়েন সম্মেলন মস্কোতে আগামী ২৩ এপ্রিল, ২০১৪ তারিখে অনুষ্ঠিত হবে। | Den första Bitcoinkonferensen i Ryssland kommer att hållas den 23 april 2014 i Moskva. |
20 | আগামী মে মাসে সেন্ট পিটার্সবার্গ এর ইউরোপিয়ান ইউনিভার্সিটি বিটকয়েন সম্পর্কে বিনামূল্যে একটি অনলাইন কোর্স শুরু করবে। | I maj kommer St. Petersburgs Europeiska Universitet att starta en gratis nätkurs om Bitcoins. |
21 | রাশিয়ায় ডিজিটাল মুদ্রার ভবিষ্যৎ, মনে হচ্ছে বেশ উজ্জ্বল। | Framtiden för den digitala valutan i Ryssland är uppenbarligen ljus. |