# | ben | swe |
---|
1 | জর্ডান: হাজারও সিরীয়র আশ্রয় প্রার্থনা | Tusentals syrier söker sin tillflykt i Jordanien |
2 | এ পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ সিরিয়া প্রতিবাদ ২০১১/১২- এর অংশ | Detta inlägg ingår i Global Voices specialbevakning av Protesterna i Syrien 2011/12. |
3 | সিরিয়ার পরিস্থিতির কারনে হাজার হাজার সিরীয় দেশ থেকে পালাচ্ছেন, এদের অনেকেই প্রতিবেশী দেশ জর্ডানে গিয়েছে। | Alla länkar går till engelskspråkiga webbplatser. Dagsläget i Syrien har lett till att hundratusentals syrier nu flytt landet, många till grannlandet Jordanien. |
4 | জর্ডানিয় সরকারের একটি সূত্র জানায় যে কর্মকর্তারা সম্ভাব্য দশ লক্ষ সিরীয়র আগমনের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। | En källa från den jordanska regeringen uppger att myndigheter förbereder sig på en möjlig ankomst av en miljon syriska flyktingar. |
5 | সরকার জর্ডানের উত্তরাংশে জাতিসংঘকে ২২ টি শরণার্থী শিবির স্থাপনের অনুমতি দিয়েছে। | Den jordanska regeringen gav FN tillåtelse att bygga upp till 22 flyktingläger i norra Jordanien. |
6 | দাতব্য সংগঠন ও ব্যক্তিগত সহায়তায় এখন পর্যন্ত হাজারও সিরীয় জর্ডানের শহর ও মফস্বলগুলোতে আশ্রয় গ্রহণ করেছে। | Hitintills har tusentals syrier sökt fristad i jordanska städer och byar och många är beroende av hjälp från välgörenhetsorganisationer eller enskilda individer. |
7 | সাংবাদিকতার শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ম্যাট কাফম্যান ও মেলিসা তাবিক জর্ডানে সিরীয় শরণার্থীদের দুর্দশার বিষয়ে লিখেনঃ | Två amerikanska studenter i journalistik, Matt Kauffman och Melissa Tabeek, beskrev de syriska flyktingarnas besvärliga situation i Jordanien: Sedan mars förra året har antalet syriska flyktingar i Jordanien ökat avsevärt. |
8 | গতবছরের মার্চ থেকে জর্ডানে আশ্রয় গ্রহণকারী সিরীয়দের সংখ্যা অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। | Det som började som en droppe blev till en flod. |
9 | ক্ষীণ ধারায় শুরু হয়ে এখন বন্যার রূপ লাভ করেছে; গত দুই মাসে উদ্বাস্তুদের জন্য জাতিসংঘ হাই কমিশন বা ইউএনএইচসিআর- এ নিবন্ধনকৃত “পার্সন অব কন্সার্ন” এর সংখ্যা এক লাফে ১৩,৯৩৩ থেকে ২৪,০০০ এ উন্নীত হয়েছে- এ বৃদ্ধির হার ৭০ শতাংশ। | Under de två senaste månaderna har antalet ”berörda personer” som registrerats hos FN:s flyktingorgan, UNHCR, plötsligt ökat från 13.933 personer till ca 24.000 personer- en ökning med ca 70 procent. |
10 | বিশেষজ্ঞদের মতে প্রকৃত সংখ্যা হবে ১২০,০০০। | Det verkliga antalet är dock enligt experter uppåt 120.000 personer. |
11 | আরব বিশ্বের শরণার্থীদের জন্য জর্ডান নিরাপদ বেহেস্ত বলে বিবেচিত বিধায় - অনেকের ধারণা ৬০ লক্ষ ৫০ হাজার জর্ডানিয় অধ্যুষিত জর্ডানে ২০ লক্ষ ফিলিস্তিনী, ইরাকী ও লিবীয় শরণার্থী রয়েছে- সিরীয়দের পরিস্থিতি বিশেষ গুরুত্বপূর্ণ। | Jordanien har sedan länge varit en trygg tillflyktsort för flyktingar i arabvärlden och uppskattningar visar på att två miljoner palestinska, irakiska och libyska flyktingar redan bor i detta land av 6.5 miljoner jordanier, men syriernas situation är speciell. |
12 | উত্তরের এ অন্তপ্রবাহ উভয়সঙ্কট সৃষ্টি করেছে। | Tillströmningen av flyktingar i norr har skapat ett dilemma. |
13 | জর্ডান সরকার আনুষ্ঠানিকভাবে তাঁদের শরণার্থী হিসেবে ঘোষণা না দিয়ে বরঞ্চ তাঁদের দেশের “অতিথি” হিসেবে পরিচয় দিয়েছে। | Den jordanska regeringen har inte officiellt identifierat dem som flyktingar, utan som ”gäster” i landet. |
14 | অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র তুরস্ক সিরীয় শরণার্থীদের প্রথাগত তাঁবুর শিবিরে আশ্রয় দিয়েছে- রাজ্যের শহর ও গ্রামগুলোতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শরণার্থীরা জর্ডানে নিরাপত্তা পেয়েছে, সীমিত সম্পদ ও বিদেশী অনুদানের উপর নির্ভর করা দেশটিতে শরনাথীরা ছড়িয়ে পড়েছে। | Till skillnad från det närbelägna Turkiet - som inhyser de syriska flyktingarna på traditionella campingplatser - finner syrierna säkerhet i Jordaniens städer och byar runtom i landet, vilket tär än mer på de redan begränsade resurserna i landet som är så beroende av hjälp utifrån. |
15 | নিরাপত্তার মানে সবসময় শালীনতা নয়; কখনো কখনো সিরীয় পরিবারগুলো দশের অধিক সংখ্যায় হয় এ পরিবারগুলোকে জনবহুল এপার্টমেন্ট গুলোতে গাদাগাদি করে বাস করতে হয়। | Säkerhet är dock inte alltid synonymt med värdighet. Syriska familjer, vars medlemmar ibland uppnår tvåsiffriga antal, är begränsade till små rum i överfulla lägenheter. |
16 | ফাওয়াজ বিলবেইসি বলেন: | Fawaz Bilbeisi skrev: |
17 | @এফবিলবেইসি: # জর্ডানের বাদশাহ # সিরিয়ার সাথে সীমান্ত নিরাপত্তা কঠোর করার ঘোষণা দিয়েছেন কিন্তু সহিংসতার কারনে সিরীয় শরণার্থীরা এখনও প্রবেশের অনুমতি পাবে | @fbilbeisi:Jordaniens kung meddelade att säkerheten längs gränsen till #Syrien har förstärkts, men att de syriska flyktingarna som flyr våldet fortfarande ska kunna komma in. |
18 | জাতিসংঘ শরণার্থী এজেন্সি ধন্যবাদ জ্ঞাপন করেছে: | FN:s flyktingorgan uttryckte sin tacksamhet: |
19 | @রিফিউজিস: এ সময়ে আমরা সত্যিই কৃতজ্ঞ যে # জর্ডান, লেবানন, তুরস্ক সীমান্ত খুলে দিয়েছে এবং #শরণার্থীরা সেখানে স্বাগত। | @Refugees:I tider som dessa är vi verkligen tacksamma att #Jordanien, Libanon och Turkiet, håller gränserna öppna och att de välkomnar #flyktingarna. |
20 | # সিরিয়া | #Syria |
21 | সিরীয় মহিলা সংস্থা, আম্মান। | Syriskt kvinnoförbund, Amman. |
22 | ছবি- এসকেউমের অনুমতি নিয়ে | Photo by EskewMe, används med tillstånd. |
23 | ব্লগার এসকেউমে আম্মানে অবস্থিত সিরীয় মহিলা সংস্থা পরিদর্শন করেছেন: | Bloggerskan EskewMe gjorde besök hos det syriska kvinnoförbundet i Amman: |
24 | জর্ডানের আম্মানে অবস্থিত সিরীয় মহিলা সংস্থার পরিচালক উম এইসাম বলেন সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত তাঁরা প্রায় ৪,০০০ শরণার্থীর নিবন্ধন করেছেন, শরণার্থীদের খাবার, বাসস্থান, পানি ও স্বাস্থ্য চিকিৎসা দিতে তাঁদের হিমসিম খেতে হচ্ছে। | Um Eysam, ledare för det syriska kvinnoförbundet i Amman, Jordanien, säger att de har registrerat ca 4.000 flyktingar sedan kriget startade i Syrien och de redan har svårt att ge mat, uppehåll, vatten och sjukvård till dem. De tror att den nya vågen av flyktingar från Damaskus kommer att bli den största och att finansieringen av deras uppehälle i Jordanien den svåraste. |
25 | তাঁরা আশা করছেন যে দামাস্কাস থেকে আসা শরণার্থীদের পরবর্তী প্রবাহ হবে সর্ববৃহৎ এবং তাঁদের জরদানে থাকার জন্য অর্থের সংস্থান করা খুবই কঠিন হবে। প্রতি রাতে কমপক্ষে ১০০ থেকে ৩০০ শরণার্থী সিরীয় মহিলা সংস্থায় আসে। | Mellan 100 och 350 flyktingar anländer till det syriska kvinnoförbundets högkvarter varje natt, och antalet ökar för varje dag, säger en annan person i ledningen för organisationen. |
26 | সংগঠনের আরেকজন পরিচালক বলেন […] পার্শ্ববর্তী ভবনে যে ভবনটি সিরীয় মহিলা সংস্থার অর্থায়নে পরিচালিত হয় সেখানে সিরীয় আহত শরণার্থীদের একটি বড় দল স্বাস্থ্য চিকিৎসার জন্য অপেক্ষমান। | […] I den intilliggande byggnaden, en bostad som också finansieras av det syriska kvinnoförbundet, väntar en annan stor grupp av sårade syriska flyktingar på sjukvård. |
27 | একজন লোক জানান কয়েক মাস আগে সরকার বিরোধী আন্দোলনে কিভাবে তাঁরা আক্রান্ত হন এবং কেন জরডানীয়দের সেবা সত্বেও তাঁদের ক্ষতের চিকিৎসা এখন পর্যন্ত যথেষ্ট নয়। | Männen berättar om hur de blev anfallna under protesterna mot regeringen flera månader sedan och varför deras skador inte behandlats ordentligt av jordansk service. |
28 | প্রায় তিনমাস আগে একজন দামাস্কাসের বাইরে এক গ্রামে সরকারী লোকজন কতৃক বাহু ও পেটে ছুরিকাঘাতের শিকার হন। এখন তিনি একজোড়া ক্রাচে ভোর দিয়ে চলেন। | En man går på kryckor efter att ha blivit knivhuggen i armen och i magen av regeringsstyrkorna i en by utanför Damaskus för mer än tre månader sedan. |
29 | তার পাশেই ১৬- বছর-বয়সী একজন জানান সঠিক চিকিৎসার অভাবে কিভাবে সে তার বাম হাতটি পুরোপুরিই হারিয়েছে। | En annan 16-åring bredvid honom berättar hur han totalt förlorat användningsförmågan i sin vänstra arm eftersom han inte fått rätt vård. |
30 | খুব একটা ভরসা ছাড়াই তাঁরা জর্ডানে চিকিৎসা গ্রহণ করেছে। তাঁরা দুজনেই অন্য দেশ জার্মানি ও মিশরে শল্য চিকিৎসার জন্য অপেক্ষা করছে। | Utan att hoppas för mycket på att få vård i Jordanien, är de båda på en väntelista för operation i andra länder som Tyskland och Egypten. |
31 | আম্মানে সিরীয় শরণার্থী, ছবি- এসকেউমের অনুমতি নিয়ে ব্যবহৃত | Syriska flyktingar i Amman. Foto: EskewMe, används med tillstånd. |
32 | মেলিসা তাবিক-এর ( মেলিসাম্যারি৫২) এই ভিডিওটিতে সিরীয় শরণার্থী শিশুরা তাঁদের গল্প বলেছেঃ | I denna video av Melissa Tabeek (MelissaMary52), berättar syriska barn deras historia: |
33 | http://youtu.be/YMFVNZtpjlY | http://youtu.be/YMFVNZtpjlY |