# | ben | swe |
---|
1 | ভিডিও: ভূমিকম্প পরবর্তী জাপানে সার্ফার, জেলে এবং তেজষ্ক্রিয়তা | Video: Surfare, fiskare och strålning i Japan efter jordbävningen |
2 | এই পোস্টটি জাপানের ভূমিকম্প ২০১১ সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজ এর অংশ। | Detta inlägg är del av vår Specialbevakning av Jordbävningen i Japan 2011 |
3 | সাংবাদিক লিসা কাতায়ামা এবং চিত্রনির্মাতা জেসন উইশনাও ভূমিকম্প পরবর্তী জাপানে মানুষের জীবন চিত্রায়িত করছেন। | Journalisten Lisa Katayama och filmskaparen Jason Wishnow håller på att dokumentera livet för de människor som lever med strålningen efter jordbävningen i Japan. |
4 | আমরা সবাই তেজষ্ক্রিয়-তে তারা ২০১১ সালের মার্চ মাসের ভূমিকম্প ও সুনামির পর ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পাওয়ার প্ল্যান্ট এলাকায় তাদের নিজেদের তোলা ৫০% ফুটেজ এবং স্থানীয় বাসিন্দাদের তোলা ৫০% ফুটেজ - যাদেরকে নিজেদের ভূমিকম্প থেকে বাঁচার এবং বিকিরণ সামলানোর গল্প বলার জন্যে ওয়াটারপ্রুফ ডিজিটাল ক্যামেরা দেয়া হয়েছিল। | I We Are All Radioactive [en] (“Vi är alla radioaktiva”) har de själva spelat in 50% av filmen i områdena runt omkring Fukushima-kärnkraftverket, där reaktorerna havererade efter jordbävningen och tsunamin i mars 2011, och 50% av filmen har spelats in av medlemmar ur lokalbefolkningen, som försetts med vattentäta digitala kameror för att kunna berätta sin egen historia om hur de överlevt jordbävningen och nu lever med strålningen. |
5 | আমাদের কাছে গল্পটি এসেছে হাস্যরত স্কুইড হয়ে। | Berättelsen förmedlas av The Laughing Squid [en]. |
6 | http://youtu.be/CMM0lOMOdks | http://youtu.be/CMM0lOMOdks |
7 | গত ২০১১ সালের ১১ই মার্চ তোহুকুর প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে দূরবর্তী একটি ৯. ০ ভূমিকম্প জাপানকে আঘাত করে। | Den 11 mars 2011 drabbades Japan av en jordbävning på en magnitud av 9,0 på Richterskalan vid Stillahavskusten utanför Tohoku [en]. |
8 | এটা জাপানকে আঘাতকারী এ পর্যন্ত রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এবং এর পরবর্তী ৪০. ৫ মিটার (প্রায় ১৩৩ ফুট) পর্যন্ত সুনামী দেশটির উপকূলীয় ভাগের বৃহৎ অঞ্চল ধ্বংস ও ফুকুশিমা দাইচি পাওয়ার প্ল্যান্টের রিএক্টর ক্ষতিগ্রস্ত করে মহাসাগরীয় জলসহ পার্শ্ববর্তী এলাকায় বিকিরণ ছড়িয়ে দেয়। | Denna - den starkaste jordbävning som någonsin mätts i Japan - och de efterföljande tsunamivågorna på upp till 40,5 meter ödelade stora delar av landets kustregioner och orsakade härdsmälta i reaktorerna i kärnkraftverket Fukushima Daiichi, vilket utsatte de omkringliggande områdena, inklusive havsvattnet, för strålning. |
9 | অনেক এলাকা পুনর্গঠিত এবং সেখানকার লোকজনকে সরিয়ে নেয়া হলেও অনেকেই তাদের ভূমিকম্প পূর্ববর্তী জীবনে ফিরে যেতে এখনো সংগ্রাম করছে। | Även om många av områdena har återuppbyggts och delar av befolkningen omlokaliserats, kämpar andra för att få tillbaka det liv de hade innan jordbävningen. |
10 | সার্ফারদের মতো যারা পানিতে নেমে বেঁচে থাকে বা যারা পানি থেকে জীবন ধারণ করে - যেমন জেলেরা - তারাই বুঝতে পারছে তেজষ্ক্রিয়তা কীভাবে তাদের জীবন পরিবর্তন করতে পারে, তাদের অব্যহত কল্যাণের চাবিকাঠি হতে পারে। | För de som lever för att vistas i vatten, liksom surfarna, eller de som lever av vattnet, liksom yrkesfiskarna, kan en insikt i hur deras liv kan komma att ändras på grund av strålningen utgöra nyckeln till deras fortsatta välbefinnande. |
11 | ইন্ডিগোগো নামের গণভিত্তিক মঞ্চের মাধ্যমে আমরা সবাই তেজষ্ক্রিয় তাদের ওয়েব ধারাবাহিকের পর্বগুলো আরো বেশি করে প্রকাশ করার জন্যে তহবিল সংগ্রহ করছে: একটি পর্বের জন্যে পর্যাপ্ত অর্থ সংগৃহিত হলেই তারা এটি তাদের সাইটে প্রকাশ করবে, পুরো চারটি পর্ব তৈরী না হওয়া পর্যন্ত। | Genom crowdfunding-plattformen [övers. anm. metod genom vilken många människor via Internet samlar in pengar för att genomföra ett projekt] IndieGoGo [en] samlar “We Are All Radioactive” in pengar för att successivt släppa de olika avsnitten av webbserien: så fort de får tillräckligt med pengar för ett avsnitt släpper de det via sin webbplats, tills alla fyra avsnitten har avslutats. |
12 | তাদের প্রচারাভিযান শুরু করার পর থেকে তারা প্রথম পর্বটি প্রকাশ, ১১ই মার্চ ভূমিকম্পটির বর্ষপূর্তিতে তাদের ওয়েবসাইট চালু করেছে এবং ২১শে মার্চ তারা তাদের সাইটে ধারাবাহিকটির দ্বিতীয় পর্বটি শেয়ার করবে। | Sedan kampanjens lansering [en] har de släppt det första avsnittet samt lanserat webbplatsen på årsdagen av jordbävningen, den 11 mars, och den 21 mars ska det andra avsnittet av serien delas på webbplatsen. |
13 | তাদের তহবিল সংগ্রহকারী সাইট বলছে: | Från insamlingssidan [en]: |
14 | তেজষ্ক্রিয়তা এবং দুর্যোগ মোকাবেলার জটিলতা সংক্রান্ত রাজনৈতিক ও সামাজিক স্তরের মৌলিক প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে আমরা সবাই তেজষ্ক্রিয় প্রযুক্তি, বিনোদন ও শুদ্ধ তদন্ত ধর্মী সাংবাদিকতাকে একত্রিত করেছে। | “We Are All Radioactive” kombinerar teknologi, underhållning och genuint undersökande journalistik för att finna svar på grundläggande frågor om strålning och katastrofhjälpens komplexitet, både på politisk och sociologisk nivå. |
15 | আমাদের ফুটেজ আর্কিটেকচার ফর হিউম্যানিটি, গ্রীণ পীস, সার্ফ রাইডার ফাউণ্ডেশন এবং সেফকোস্ট ইত্যাদি জাপানকে সাহায্য করার জন্যে নিবেদিত সমস্ত বৈশ্বিক অলাভজনক প্রতিষ্ঠানের ভূমিকম্প পরবর্তী পূণর্গঠন, মানব ও পরিবেশগত অধিকার, নিরাপদ পানি এবং পর্যবেক্ষণ কর্মকে স্পর্শ করেছে। | Filmen skildrar också insatserna ifrån Architecture for Humanity, Greenpeace, Surfrider Foundation och Safecast - samtliga stora, globala, välgörenhetsorganisationer, som engagerat sig i att hjälpa Japan med återuppbyggandet efter jordbävningen, mänskliga och miljömässiga rättigheter, vattensäkerhet respektive strålningsövervakning. |
16 | http://youtu.be/IkEONddlpmU | http://youtu.be/IkEONddlpmU |
17 | এই ধারাবাহিকটির প্রথম পর্বে আমরা জাপান ভ্রমণে এসে সেনডাইতে থেকে যাওয়া (হার্ট) প্রতিস্থাপন করা মার্কিন সার্ফার অটামের সাথে দেখা করেছি। | I seriens första kapitel [en] träffar vi den amerikanska surfaren Autumn, som besökte Japan och bestämde sig för att stanna i Sendai. |
18 | ভূমিকম্পের পরে তিনি অন্যান্য স্থানীয় সার্ফার ও জেলেদের সাথে জোট বেঁধে তাদের সৈকত এবং কমিউনিটিগুলোতে কাজ করার মাধ্যমে জীবন পূণর্গঠণের উপায় বের করার চেষ্টা করছে। | Efter jordbävningen slöt hon sig samman med andra lokala surfare och yrkesfiskare för att försöka komma fram till hur de skulle kunna återuppbygga liv genom sitt arbete på stränder och i samhällen. |
19 | http://youtu.be/11vi3ktTr7g | http://youtu.be/11vi3ktTr7g |
20 | গণ অর্থায়ন প্রচেষ্টাগুলো কীভাবে এসেছে এবং নতুন প্রকাশ সম্পর্কে সমস্ত আপডেট প্রকল্পটির ফেসবুক পাতা আমরা সবাই তেজষ্ক্রিয়-তে রয়েছে। | Aktuell information om hur insamlingen går och då de nya avsnitten finns tillgängliga går att få genom projektets Facebook-sida “We Are All Radioactive” [en]. |
21 | ভিডিও এবং ওয়েবসাইট জাপানী ও ইংরেজী ভাষায়। এতে জাপানের পারমাণবিক শক্তির ইতিহাসের কালক্রমিক রূপরেখা এবং ধারাবাহিকটির চারটি চরিত্র: ১ম অধ্যায়ের অটাম, সার্ফার কন্নো, অনাগত সন্তানসহ তার কমিউনিটি উপর তেজষ্ক্রিয়তার প্রভাব বুঝতে চেষ্টা করা মানবিক কর্মী কাসাহারা, ঝুঁকি পূর্ণ প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগটির বিভিন্ন প্রভাব আবিষ্কার রত একদল শিল্পী-এর সাথে সাক্ষাতের লিংক রয়েছে। | Videor och webbplats är på både japanska och engelska, och innehåller information som exempelvis en tidslinje med Japans historia i kärnkraftsåldern och länkar för att träffa de 4 huvudpersonerna i serien: Autumn från asvnitt ett, surfaren Konno, humanitärarbetaren Kasahara som försöker förstå de effekter strålningen har på samhället, inklusive hans ofödda barns liv, samt ett konstnärskollektiv som utforskar katastrofens följder med riskfyllda företag. |
22 | নৌকা উদ্বোধন উৎসবের ছবি, ফেসবুক পাতার আমরা সবাই তেজষ্ক্রিয়তার বিশেষ প্রাকপ্রদর্শনী থেকে | Bild av båtsjösättning från "We Are All Radioactive". Tjuvtitt från Facebook-sidan |
23 | এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ জাপানের ভূমিকম্প ২০১১-এর অংশ। | Detta inlägg är del av vår Specialbevakning av Jordbävningen i Japan 2011 |