# | ben | swe |
---|
1 | ইরানঃ বেতন না পাওয়া শ্রমিক, রাষ্ট্রপতি আহমাদিনেজাদ-এর দিকে জুতা নিক্ষেপ করেছে | Iran: obetald arbetare kastar sko på president Mahmoud Ahmadinejad |
2 | ১২ ডিসেম্বর, ২০১১-এ ইরানের উত্তরের শহর সারি-তে দেশটির রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। সে সময় তিনি জনতার উদ্দেশ্য ভাষণ দিচ্ছিলেন। | Flera iranska bloggare reagerade med ironi på nyheten att Mahmoud Ahamadinejad, Irans president, blev måltavla för en arg skokastare under ett tal i den nordliga staden Sari den 12 december 2011. |
3 | বেশ কয়েকজন ইরানী ব্লগার এই ঘটনায় পরিহাসের সাথে তাদের প্রতিক্রিয়া প্রদান করেছে। জুতা নিক্ষেপকারী প্রাক্তন টেক্সটাইলের কর্মী, যার নাম রাশিদ এস। | Det uppges att den skokastande före detta textilarbetaren, identifierad som Rashid S., missade sitt mål och att närvarande personer kastade sig över honom och slog mannen tills säkerhetsstyrkor ingrep. |
4 | সংবাদে জানা গেছে সে তার লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম হয়নি, কিন্তু সে উপস্থিত জনতা তার উপর হামলে পড়ে এবং নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপের আগে পর্যন্ত তাকে পিটাতে থাকে। | Iranska medier försökte framställa händelsen i en negativ dager och hävdade att samma man hade förut kastat saker på en tidigare president. |
5 | ইরানের প্রচার মাধ্যম এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে উক্ত ব্যক্তিকে নেতিবাচক ভাবে উপস্থাপন করে, যারা জানায় যে এই একই ব্যক্তি এর আগে প্রাক্তন এক রাষ্ট্রপতির দিকে কোন একটা বস্তু ছুড়ে মেরেছিল। | |
6 | এদিকে, ব্লগ কল্পকাহিনী থেকে বাস্তব সত্য বের করার চেষ্টা করছে। | Under tiden försökte bloggare skilja fakta från fiktion. |
7 | “রাষ্ট্রপতির ভবিষ্যৎ” কার্টুন নিকহঙ কোস-এর, যিনি ইরানের অন্যতম এক কার্টুনিস্ট এবং ব্লগার (রোজেলিন) | "Presidentperioden i fortsättningen" av Nikahang Kowsar, en ledande iransk serietecknare och bloggare (Roozonline) |
8 | গুগল প্লাসে, বাহমান দারোসাফাই, ১৬ বছরের এক কিশোরের উদ্ধৃতি প্রদান করেছে [ফারসী ভাষায়], যাকে তার স্কুল থেকে আহমাদিনেজাদের ভাষন শুনতে পাঠানো হয়েছিল: | På Google Plus citerar [fa] Bahman Daroshafaei ett 16-årigt vittne som skickades av sin skola för att höra Ahmadinejads tal: |
9 | সরকারী ভাষ্যের বিপরীতে, সেখানে উপস্থিত জনতার ভাষ্য থেকে জানা যাচ্ছে, উপস্থিত নাগরিকরা সকলে সেই জুতা নিক্ষেপকারীকে প্রহার করেনি। | I motsats till den officiella versionen slog publiken inte skokastaren, endast två eller tre slog honom och polisen kom och räddade honom. |
10 | কেবল তাদের মধ্যে দু-তিনজন তাকে প্রহার করে। | Iranska medier rapporterade inte hela historien. |
11 | এরপর পুলিশ আসে এবং তাকে উদ্ধার করে। ইরানের প্রচার মাধ্যম সামগ্রিক ঘটনা তুলে ধরেনি। | Mitt i Ahmadinejads tal vandrade en grupp av textilarbetare in, vars fabrik hade stängts utan att deras löner betalats ut. |
12 | আহমাদিনেজাদ-এর ভাষণের ঠিক মাঝখানে একদল পোশাক নির্মাণ কর্মী সেখানে এসে হাজির হয়, যাদের কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ না করেই বন্ধ করে দেওয়া হয়। | De reste upp en banderoll och yrkade om att få lönen utbetald. Mötet nästan upplöstes och slutligen kom skokastaren in i bilden. |
13 | তারা একটা ব্যানার তুলে ধরে এবং তাদের বেতন পরিশোধের দাবী জানায়। | Människor och arbetare skanderade mot Ahmadinejad, inte för honom. |
14 | এই সভা প্রায় পণ্ড হবার উপক্রম হয় এবং অবশেষে দৃশ্যপটে সেই জুতা নিক্ষেপকারী এসে হাজির হয়, সেখানকার জনতা এবং শ্রমিকরা আহমাদিনেজাদের বিরুদ্ধে স্লোগান প্রদান করে, উক্ত জুতা নিক্ষেপকারীর বিরুদ্ধে নয়। | |
15 | আফকার মাজিয়ার তার ব্লগে লিখেছে [ফারসী ভাষায়], সংবাদ অনুসারে উক্ত শ্রমিক এক বছর ধরে বেতন পাননি এবং এই ঘটনার সাথে সাথে নিরাপত্তারক্ষীরা তাকে নিজেদের প্রহরায় বাইরে নিয়ে যায়। | I sin blogg skriver [fa] Afkar Mazyar att enligt rapporter hade den här arbetaren inte betalats under ett år, och säkerhetsstyrkorna eskorterade ut honom omedelbart. |
16 | ব্লগার এর সাথে যোগ করেছে: | Bloggaren tilllägger: |
17 | ইরানের প্রচার মাধ্যম এই ঘটনার তেমন বিস্তারিত সংবাদ প্রদান করেনি, কিন্তু সরকার পন্থী প্রচার মাধ্যম জুতা নিক্ষেপকারীর আচরণকে সন্দেহ জনক বলে উপস্থাপন করার চেষ্টা করছে। | Irans medier har inte publicerat många detaljer om händelsen, men de regeringsvänliga har för avsikt att framställa skokastarens beteende som misstänkt. |
18 | এই সব সরকার-পন্থী প্রচার মাধ্যমের লক্ষ্য হচ্ছে প্রতিবাদের কার্যক্রমকে এক নিন্দনীয় রুপ প্রদান করা এবং তারা দাবি করেছে যে সেখানে উপস্থিত অনেকে রাষ্ট্রপতির সমর্থনে স্লোগান দেয়। | Dessa regeringsvänliga medier hade för avsikt att nedvärdera protestaktionen och hävdade att många deltagare skanderade slagord för att stödja presidenten. |
19 | তারা লিখেছে যে উক্ত ব্যক্তি এর আগেও প্রাক্তন এক রাষ্ট্রপতি, সংস্কারপন্থী মোহাম্মদ খাতামীর বিরুদ্ধে একই ধরনের কাজ করেছে [ কিছু একটা নিক্ষেপ করেছে]। | De skrev även att han hade gjort samma sak, kastat saker, på en tidigare president, den reformistiske Mohammad Khatami. |
20 | আরজাকা লিখেছে যে [ ফারসী ভাষায়], ২০০৮ সালে যখন একজন ইরাকি সাংবাদিক রাষ্ট্রপতি জর্জ ডাব্লিউ. | Azarak skriver [fa] att när iranska myndigheterna via en irakisk reporter lät kasta en sko på president George W. |
21 | বুশের প্রতি জুতা নিক্ষেপ করে তখন ইরান সরকার সেই সংবাদকে পত্রিকার শীর্ষ সংবাদ হিসাবে উপস্থাপন করে, তারা কখনোই কল্পনা করেনি যে সেই একই টেকনিক তাদের বিরুদ্ধেও কেউ প্রয়োগ করতে পারে। | Bush år 2008, en toppnyhet, trodde de inte att samma teknik någonsin skulle användas mot dem själva. |
22 | ব্লগার এর সাথে যোগ করেছে যে আহমাদিনেজাদ এই ব্যায়বহুল যাত্রাকে সঠিক বলে উপস্থাপন করা হয়েছে, এই দারিদ্র কবলিত লোকদের উদ্দেশ্যে ভাষণ প্রদানের জন্য এই যাত্রার আয়োজন করা হয়েছিল। কিন্তু জুতা নিক্ষেপের ঘটনার মধ্যে দিয়ে এই বিষয়টি প্রদর্শিত হচ্ছে যে, সেখানকার জনতার পরিস্থিতির তেমন একটা উন্নতি ঘটেনি, বরঞ্চ তারা এখন যে কোন সময়ের চেয়ে খারাপ পরিস্থিতিতে বসবাস করেছে। | Bloggaren tillägger att Ahmadinejads dyra resor till landets provinser rättfärdigas som ett sätt att ta itu med problemen med fattiga, men att denna åtgärd visar inte bara att dessa människors villkor inte förbättras, utan att de lever under de värsta förhållandena någonsin. |