# | ben | swe |
---|
1 | সৌদি আরব: সাংবাদিক হামজা কাশগারির ভাগ্য ঝুলছে | Saudiarabien: Journalisten Hamza Kashgaris öde hänger på en tråd |
2 | সৌদি সাংবাদিক হামজা কাশগারি গত সপ্তাহে নবী মোহাম্মদের সাথে একটি কাল্পনিক কথোপকথন টুইট করে সামাজিক প্রচার মাধ্যমে বিস্ফোরণ সৃষ্টি করেন। | Den saudiske journalisten Hamza Kashgari startade en eldstorm inom sociala medier i förra veckan, då han tweetade en föreställd konversation med profeten Mohammed. |
3 | ইতোমধ্যে মুছে ফেলা তার টুইটে তিনি নবীর কাছে লিখেছিলেন: “আমি আপনার মধ্যেকার বিদ্রোহীকে পছন্দ করি” কিন্তু “আমি আপনাকে ঘিরে থাকা ধর্মীয় দ্যুতিটিকে পছন্দ করি না। | I sina tweets, som sedan dess raderats, skrev han till profeten: “Jag har älskat rebellen i dig” men “Jag tycker inte om gudomlighetens gloria som omger dig. |
4 | আমি আপনার জন্য প্রার্থনা করবো না।” | Jag ska inte be för dig.” |
5 | তিনি আরো লিখেছিলেন,”আমি সম অবস্থান থেকে [আপনার কর মর্দন করবো] হাত মেলাব। … আমি আপনার সাথে কথা বলবো একজন বন্ধুর মতো, তার বেশি নয়।” | Han skrev också: “Jag ska skaka [din hand] som en jämbördig… Jag ska tala till dig som en vän, ingenting mer.” |
6 | টুইট প্রকাশ করতে না করতেই, কাশগারি মৃত্যুর হুমকি পেতে শুরু করেছেন। | Inte långt efter att hans tweets publicerats började Kashgari motta dödshot. |
7 | একটি সামাজিক প্রচার মাধ্যম সাইটে তার ঠিকানা পোস্ট করে ধর্মীয় নেতারা তাকে ফাঁসি দেয়ার জন্যে অথবা ধর্মত্যাগের জন্যে তার বিচার করার আহ্বান জানান। | Hans adress publicerades på en webbplats för sociala media och imamer började begära att han skulle bli avrättad eller åtalad som avfälling. |
8 | ৮ ফেব্রুয়ারী তিনি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশত্যাগ করেন। … কিন্তু মালয়েশিয়ায় ট্রানজিটের সময় স্থানীয় কর্তৃপক্ষ তাকে আটক করে; তার অল্পকাল পরেই খবর বেরোয় যে সৌদি আরব একটি নির্বাসন আদেশ জারি করেছে। | Den 8 februari flydde han från landet på väg mot Nya Zealand, men fångades på genomresa i Malaysia av lokala myndigheter, som kvarhöll honom; strax efteråt kom nyheten att Saudiarabien utfärdat en utlämningsorder. |
9 | মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী হাশিমুদ্দিন হুসেনকে উদ্ধৃত করে বলা হয়েছে যে মালয়েশিয়া কাশগারিকে সৌদি আরবে প্রত্যাবাসন করবে। | I ett citat [en] av den malaysiske inrikesministern Hishammudin Hussein ska han ha sagt att Malaysia skulle sända hem Kashgari till Saudiarabien. |
10 | কাশগারির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাত্র মধ্যসপ্তাহে আবির্ভূত ফেসবুকের একটি পৃষ্ঠার বর্তমান সদস্যসংখ্যা দেড় হাজারেরও বেশি। | En Facebook-sida [en] solidarisk med Kashgari som dök upp i mitten av veckan har nu över 1.500 medlemmar. |
11 | প্রকাশিত হওয়ার সময়ের মতো কাশগারির প্রত্যাবাসন থেকে মালয়েশীয় কর্তৃপক্ষকে বিরত রাখতে একটি অন্তবর্তী আদেশ জারি করা হয়েছে: | Då den engelska orginalartikeln publicerades hade en provisorisk order utfärdats för att hindra malaysiska myndigheter att deportera Kashgari: |
12 | @ফাদিয়ানাদওয়া:বিচারপতি রোহানা ইউসুফ জেযেড #হামজকাশগারি সৌদি আরবে প্রত্যাবাসন বন্ধ করতে সরকারের প্রতি একটি অন্তবর্তী আদেশ জারি করেছে। | @FadiahNadwa[en]: Domaren Rohana Yusuf jz gav provisorisk order att stoppa reg fr att deportera #HamzaKashgari till Saudiarabien. |
13 | পুলিশকে দেয়ার জন্যে আদালতের আদেশটি আমাদের পথেই রয়েছে। | På väg att leverera domstolsbeslutet till polisen. |
14 | আবার কাশগারিকে নির্বাসিত করার অসমর্থিত সংবাদও পাওয়া গেছে একটি মতামত যুদ্ধ | Trots detta kom dock motstridiga rapporter om att Kashgari hade utlämnats. Åsiktsstrid |
15 | কাশগারির বিচারের যুক্তিতে সামাজিক নেটওয়ার্কে তার স্বদেশী সৌদি নাগরিকদের মধ্যে একটি মতামত যুদ্ধ শুরু হয়েছে। | En åsiktsstrid förs på sociala nätverk, där många av Kashgaris saudiska landsmän fortsätter att argumentera för en rättegång. |
16 | সৌদি আরব ও মালয়েশিয়ার নাগরিকসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্যদের কাশগারিকে মালয়েশিয়া থেকে নির্বাসন না দেয়ার আহ্বানের সংখ্যা তাদের বিচারের আহ্বানের সংখ্যাকে হার মানিয়েছে বলে মনে হচ্ছে । | Deras begäran tycks vara i minoritet jämfört med kraven från medborgare världen över - liksom från saudiska och malysiska medborgare - att Malaysia inte utlämnar Kashgari. |
17 | সৌদি ব্লগার আহমেদ আল ওমরান বিশ্বাস করেন যে মামলাটিতে চোখে দেখার চেয়ে বেশি কিছু আছে: | Saudiske bloggaren Ahmed Al Omran tror [en] att det ligger något mer bakom detta fall: |
18 | নবীকে স্পর্শ করে এমন কিছুকে মুসলমানেরা কিভাবে নিবে তা আমি বুঝতে পারলেও, এটা পুরো গল্পের ব্যাখ্যা নয়। | Medan jag förstår att många muslimer tar anstöt av sådant som berör profeten, tror jag inte att detta utgör hela förklaringen. |
19 | হ্যাঁ, অনেকে এসংক্রান্ত বিষয়গুলোকে শক্তভাবেই দেখবেন এবং সেই অনুসারে তারা প্রতিক্রিয়াও ব্যক্ত করবেন। | Ja, många hyser starka känslor i dessa frågor och därför reagerade de i enlighet med detta. |
20 | তবুও এটা স্পষ্ট যে ডানপন্থী অনেকেইে ঘটনাটি থেকে সুবিধা নেয়ার এবং রাজনৈতিক ফায়দা লুটার সিদ্ধান্ত নিয়েছেন। | Det är dock tydligt att många inom den politiska högern bestämde sig för att utnyttja händelsen för att vinna personliga poäng och politiska fördelar. |
21 | এটা খুব কাছে ঝুলে থাকা একটি ফল। | Det var frukter som bara väntade på att plockas. |
22 | কেউ কেউ হয়তো ধর্মীয় রক্ষণশীলদের নবীর সম্মান রক্ষার বিষয়টিকে নিছক ধার্মিকভাবে দেখতে পারেন, অন্যরা বলছে আরো কিছু রয়েছে এর পিছনে - আসলে এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। | Medan många helt enkelt ser religösa konservativas försvar av profetens ära som tecken på gudfruktighet säger andra att det ligger mer bakom; att det här faktiskt är del av en långsiktig plan. |
23 | আরব নিউজের লেখিকা মারিয়াম সম্ভাব্য অভিযোগের ব্যাপারে আতংকিত: | Mariam, skribent för Arab News, är förfärad över de potentiella anklagelserna: |
24 | @ওনলিমাইটুইটস্:ঈশ্বর মানবজাতিকে বিচারের অধিকার দিয়েছেন একথা বলা কোন আয়াত বা হাদীস আমার জানা নেই। | @onlymytweets [en]: Jag kan inte erinra mig att en ayah eller hadith sagt att Gud har överfört auktorietet till människorna att döma. |
25 | অথবা শুধু আমাকে? | Eller har jag fel? |
26 | #হামজকাশগারি @সালমানতাসীর | #HamzaKashgari @SalmaanTaseer |
27 | স্বঘোষিত সৌদি আমেরিকান কবি বিনতে তালাল, কাশগারির নিরাপত্তা জন্য তার উদ্বেগ টুইট করছেন। | Självförklarat saudi-amerikanska poeten Bint Talal har tweetat om sin oro för Kashgaris säkerhet. |
28 | ভদ্রমহিলা টুইট করেছেন: | Hon tweetar: |
29 | @মাজদা৭২:আমি ঘুমাতে যেতে চাই, তবে আমি #হামজাকাশগারির জন্যে ভয় পাচ্ছি। | @majda72 [en]: Jag vill sova men jag är uppslukad av fruktan å #HamzaKashgari s vägnar. |
30 | আমি সারাক্ষণ টুইটারে নজর রাখছি এবং খারাপটাই আশংকা করছি। | Jag kollar twitter hela tiden o fruktar det värsta. |
31 | সামাজিক প্রচার মাধ্যমের প্রতিক্রিয়ায় রাগান্বিত @আরফাতানি টুইট করছেন: | @RFatani [en] känner ilska inför reaktioner som publicerats via sociala media, och tweetar: |
32 | @আরফাতানি:হাজার হাজার টুইটে #হামজাকাশগারির মাথা ফেলে দিতে বলছে! | @RFatani [en]: 1000-tals tweeps som kräver att #HamzaKashgari s huvud ska rulla! |
33 | ‘ঘৃণা উদ্দীপক' আইন আছে এমন দেশগুলোতে তাদের প্রবেশ নিষিদ্ধ করা উচিৎ। | De skulle bannlysas från att komma in i länder med lagar om “uppvigling till hat” |
34 | হুমকির সাজাটি যে অপরাধের সাথে সঙ্গতিপুর্ণ নয়, সেই ব্যাপকবিস্তৃত অনুভূতিটিই প্রতিফলিত হয়েছে লেখক খালেদ আলমাঈনার টুইটগুলোতে: | Skribenten Khaled Almaeenas [ar] tweets ger uttryck för den allmänna uppfattningen att de straff Kashgari hotas med inte passar brottet: |
35 | @খালেদআলমাঈনা: ঈশ্বর ক্ষমাশীল এবং মোহাম্মদ (সাঃ) জীবিত থাকলে তিনি তার কৈফিয়ৎ শুনে তাকে হয়তো ক্ষমা করে দিতেন।” | @khaledalmaeena [ar]: Gud är barmhärtig och om Muhammed (frid vare med honom) levde skulle han ha lyssnat på hans ursäkt och förlåtit honom.” |
36 | কাশগারিকে হয়তো ফেরৎ পাঠানো হতে পারে - সৌদি আরবে একথা শুনতে আগ্রহীদের মধ্যে অন্যতম @আবোতামেন টুইট করেন: | Bland de i Saudiarabien som var glada att höra att Kashgari kunde komma att utlämnas var @AboTamem, som tweetade: |
37 | @আবোতামেন:@এনসারেন্ড্রানএন আমাদের ভাই হামজা তার বাড়ির পথে … সে আপনার আইনের অধীন নয়!! | @AboTamem [en]: @nsurendrann Vår bror HAMZA är på väg hem… han står inte under er lag!! |
38 | #হামজাকাশগারি | #hamzakashgari |
39 | @এমকাবএমআর, মনে করেন কাশগারি বেশি বেশি করে ফেলেছেন: | @mkambr [en]: kände också att Kashgari gått för långt: |
40 | @এমকাবএমআর:মুহাম্মদ (সাঃ)কে ব্যক্তিগতভাবে ব্যঙ্গকারী যে কোন ব্যক্তিই #হামজকাশগারির মতো একজন অনাস্থাভাজন ব্যক্তি । | @mkambr [en]: Personligen är var och en som förlöjligat profeten Muhammed (frid vare med honom) en icke önskvärd person #HamzaKashgari |
41 | কিন্তু টুইটারের সাধারণ অনুভূতির সাথে বেশি মিল আছে @আরবরেভুলুশান-এর টুইটটিতে: | Men @ArabRevolutions tweet var mer representativt för den allmänna uppfattningen på Twitter: |
42 | @আরবরেভুলুশান: শুধু একথাই বলতে চাই, আমি বা অন্যান্য লাখো মুসলমানের কেউই # হামজাকাশগারি নিয়ে সৌদিদের সিদ্ধান্তের সাথে একমত নই। #ফ্রিহামজাক | @ArabRevolution [en]: Vill bara få sagt att varken jag eller miljoner andra muslimer håller med om vad Saudi beslutar att göra med #HamzaKashgari #freehamza |