# | ben | swe |
---|
1 | অব্যহত বৌদ্ধ মূর্তি বিতর্ক বিক্ষোভ নেপালকে কাঁপিয়ে দিয়ে গেছে | Nepal skakat av bråk om Buddha-staty [Samtliga länkar leder till engelskspråkiga sidor, om inte annat anges.] |
2 | বিরেন্দ্রনগর শহরের কাছে কাকরেবিহার নামে এক বৌদ্ধ-হিন্দু মন্দিরে, ১৭ ফুট লম্বা এক বৌদ্ধ মূর্তি স্থাপনের দাবীতে ২৯, আগস্ট, ২০১৩ তারিখে নেপালের কাঠমুন্ডু উপত্যকা আরো একবার বিক্ষুব্ধ হয়ে ওঠে। | Torsdagen den 29 augusti utbröt återigen protester i Katmandudalen i Nepal, där det framfördes krav om att en över fem meter hög Buddha-staty ska återföras till det hindu-buddhistiska templet Kakrebihar, i närheten av staden Birendranagar. |
3 | এবার, বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। | Även om protesterna den här gången var fredliga, har det tidigare förekommit fall av våldsamheter. |
4 | গত মাসে যখন বিক্ষোভ শুরু হয় তখন বৌদ্ধ মূর্তি নিয়ে শুরু হওয়া সংঘর্ষে ৪ জন পুলিশ ও ১৭ জন নাগরিক আহত হয়। | Förra månaden skadades sjutton personer, varav fyra poliser, under händelser som snabbt ledde till att hela landet började engagera sig i kontroversen kring den borttagna statyn. |
5 | এর সামান্য পরে বৌদ্ধ মূর্তি অপসারণের ঘটনায় সৃষ্ট ক্ষোভ জাতীয় ইস্যুতে পরিণত হয়, কিন্তু দৃশ্যত ঘটনার সমাধান হয়নি। | Men fram tills nu hade saker och ting ändå sett ut att ha blåst över. |
6 | এই বিক্ষোভ শুরু হয় তখন যখন বুদ্ধের জন্ম তারিখ ১১ মে, ২০১৩ তারিখ বৌদ্ধ পূর্নিমা স্বল্প সময়ের জন্য বুদ্ধের মূর্তি উন্মোচন করা হয়। | Bakgrunden till bråken är en händelse som inträffade den 11 maj i år i samband med avtäckningen av nämnda staty under firandet av Buddha Purnima - Buddhas födelsedag. |
7 | ইতোমধ্যে কাকরেবিহারের গাছের নীচে স্থাপন করা হয়, এমন এক কাপড় দিয়ে যা কিনা ধর্মীয় উপাচার এবং আর্চনার সমাপ্তির পর অপসারণ করা হয়, যখন স্থানীয় সরকারী কর্মকর্তারা উপস্থিত হন এবং এতে হস্তক্ষেপ করে এই বলে যে এই ভাবে মূর্তি স্থাপন বনায়ন নীতির বিরুদ্ধাচারণ। | Statyn hade rests under ett träd vid templet Kakrebihar och efter några ceremonier och religiösa ritualer hade tyget som dolt statyns ansikte tagits bort. Firandet hade dock fått ett abrupt slut när tjänstemän från det lokala parlamentet dykt upp med begäran om att statyn skulle flyttas - eftersom dess närvaro bröt mot skogspolicyn. |
8 | যখন এক সংঘর্ষ ছড়িয়ে পড়ে তখন পুলিশের সহায়তা কর্মকর্তারা মূর্তিটিকে উঠিয়ে ফেলে এবং সেটিকে জেলা পুলিশ কার্যালয়ে নিয়ে যায়, যেখানে মূর্তিটি এক কোনায় পড়ে থাকে। | Efter mycket tumult hade tjänstemännen, med polisens hjälp, lyckats få med sig statyn bort från platsen och med till en lokal polisstation där de ställt undan den i en vrå. |
9 | নেপালি ব্লগ মাই সানসারায় এই ঘটনার ছবি দেওয়া আছে। | Bilder som visar incidenten finns att se på den nepalesiska bloggen Mysansar. |
10 | প্রজ্ঞা ঘিমিরে, ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছে, যেখানে দেখা যাচ্ছে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং স্থানীয় পুলিশকে ধাওয়া করছে এবং তারপর মূর্তিটিকে স্থাপন করার চেষ্টা করছে: | Pragya Ghimirey laddade upp en video på YouTube som visar hur situationen urartar när lokalbefolkningen jagar iväg polisen och sedan försöker sätta tillbaka statyn: |
11 | মাইসানসার-এর তথ্য অনুসারে, ২৪ ফেব্রুয়ারি, ২০০০৮-এ প্রত্নত্তত্ব বিভাগের সাথে পরামর্শের পর বৌদ্ধ মন্দির স্থাপন এবং সংরক্ষণ কমিটিকে মূর্তি স্থাপনের অনুমতি প্রদান করে। . | Enligt Mysansar hade lokala myndigheter i februari 2008, i samråd med Nepals arkeologidepartement, gett tillstånd till landets naturvårdskommitté och en buddhistisk klosterstiftelse att installera statyn. |
12 | বিক্ষোভ এতটাই বিশাল আকার ধারণ করে যে উত্তেজিত জনতার কারণে একটা অনির্দিষ্ট সময়ের জন্য সুরখেত উপত্যকা বন্ধ ছিল। | Demonstrationerna växte sig såpass starka att Surkhetdalen stängdes på obestämd tid av den uppretade gruppen, som gått i strejk. |
13 | এই আন্দোলন এক গুরুত্বপূর্ণ গতি লাভ করে যখন ৩০ জুলাই, ২০১৩ তারিখে বৌদ্ধ সম্প্রদায় সিংহ দরবারের সামনে এক বিক্ষোভের আয়োজন করে, যা কিনা দেশের প্রশাসনিক কেন্দ্রস্থল। | Ett annat för rörelsen avgörande skede inträffade den 30 juli i år när buddhister anordnade en demonstration utanför Singha Durbar, Nepals administriva center. |
14 | এই বিক্ষোভের কারণে কাঠমুন্ডু উপত্যকার যান চলাচল থমকে দাঁড়ায়। | Protesten gjorde att biltrafiken i Katmandudalen helt stannade upp. |
15 | সরকার, বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানায়, কিন্তু কোন চুক্তি ছাড়াই এই আলোচনার ইতি ঘটে। | Regeringen bjöd in demonstranterna till diskussion, men samtalen ledde inte till någon överenskommelse. |
16 | তবে বিক্ষোভকারীরা তাদের দাবী আন্দোলন চালিয়ে যায়, অনলাইন পোর্টাল সেটোপাটি [নেপালি ভাষায়] এবং হামরাকুরা [নেপালি ভাষায়] এই সংবাদ প্রদান করে। | Trots det höll demonstranterna enligt internetportalerna Setopati [ne] och Hamrakura [ne] fast vid sina krav. |
17 | বৌদ্ধ ধর্মের কয়েকজন নাগরিক সুরখেত জেলার কাকরেবিহারে ভগবান বুদ্ধের মূর্তি স্থাপনের দাবীতে a আমরণ অনশন ঘোষণা প্রদান করে। | En del buddhister började hungerstrejka för att Buddha-statyn skulle få komma tillbaka till sitt tempel i Surkhet-regionen. |
18 | এদিকে, ভিন্ন সম্প্রদায় এবং ধর্মীয় সম্প্রদায়ের এক যৌথ কমিটি ৩১ জুলাই ২০১৩ তারিখে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কাকরেবিহার বৌদ্ধমূর্তি স্থাপন না করার জন্য বিক্ষোভকারীদের উপর চাপ প্রয়োগ করার জন্য পরবর্তী শুক্রবার সন্ধ্যায় এক শোভাযাত্রার আয়োজন করে। | Dagen efter protesterna utfärdades en pressmeddelande av en grupp som påstod sig vara ett samarbetsorgan mellan olika etniciteter och religioner, där man kallade till möte fredagen därpå. Syftet var att hitta ett sätt att motarbeta demonstranterna så att Buddha-statyn inte ställdes tillbaka vid templet i Kakrebihar, eftersom man menade att det skulle störa harmonin i samhället. |
19 | এই দলটি ৩ আগস্ট ২০১৩ তারিখে সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে বিবৃতি প্রদান করে যে বৌদ্ধ মূর্তি স্থাপনের দাবী অবশ্য বাতিল করতে হবে। এই ঘটনায় তারা মামলাও দায়ের করেছে। | Mötet resulterade i att det fyra dagar senare genomfördes en strejk av gruppen, som också överlämnade en namninsamling till en domstol. |
20 | বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক এলাকা | Historiskt buddhist-område |
21 | স্থানীয় এবং বৌদ্ধ বিহারের সংস্কৃত, এবং পালি শব্দ অনুসারে মধ্য-পশ্চিম নেপালের সুরখেত পৌরসভার দক্ষিনে অবস্থিত কাকেরবিহার-এর নামকরণের পেছনের কারণ হচ্ছে এই এলাকাটি দেখতে শসার বীজের মত, নেপালি ভাষায় কাকরে মানে হচ্ছে শসার বিচি। | Kakrebihar, beläget i den södra delen av staden Birendranagar i regionen Surkhet, har enligt lokalbefolkningen fått sitt namn därför att templet till utseendet liknar ett gurkfrö (nepalesiska: kakro). Den andra delen av namnet, bihar, härrör från ordet vihara som på sanskrit och pali betyder “buddhistiskt kloster”. |
22 | এক সময় যে এলাকা ধর্মীয় কর্মকাণ্ডে মুখরিত ছিল, সেই প্রাচীন ভাস্কর্যের অমূল্য সমাহার এখন চারপাশে পড়ে পড়ে ধ্বংস হচ্ছে। | Området, som en gång var ett sprudlande centrum för religiös aktivitet, är numera en sorgsen plats där ovärderliga statyer degraderats till ruinliknade föremål. |
23 | মূল ফটকে একজন রক্ষণাবেক্ষণ কারীর একটি স্বাক্ষর করা বইয়ে ভ্রমণকারীদের স্বাক্ষর করানো সত্ত্বেও মাটিতে দাঁড়ানো ভালোবাসার বার্তা ভরা কাঠামোগুলো এবং মনোহর গ্রাফিতিগুলো এখানে এক সৌন্দর্য্য যোগ করে। | Det som fortfarande står är nedkladdat med graffiti, trots att vaktmästaren ser till att alla som besöker templet måste skriva sitt namn i en loggbok. |
24 | সুরখেতের কাছে অবস্থিত কাকরেবিহার। | Kakre Bihar, i närheten av Surkhet. |
25 | ছবি দি গ্রেট হিমালেয়া ট্রেইল-এর ফ্লিকার পাতা থেকে নেওয়া। | Bild från Flickr som visar “The Great Himalaya Trail”. |
26 | সিসি এন ওয়াই-এনডি ২. | CC NY-ND 2.0 |
27 | ০ এক গবেষণাপত্রে (পিডিএফ), দিলি রাজ শর্মা উল্লেখ করেন : | I sitt forskningsarbete (PDF), noterar Dilli Raj Sharma: |
28 | ঐতিহাসিক কাকরে বিহার সমগ্র এলাকার তুলনায় অসাধারণ অপুর্ব সব মূর্তির সংগ্রহশালা, যা এই বিষয়টি নিশ্চিত করে যে এই এলাকায় মহাযান বৌদ্ধ ধর্মের ঐতিহ্য অনেক অগ্রগতি লাভ করেছিল, যা হয়ত মধ্য যুগে ভারতের পশ্চিম অংশ, বিশেষ করে গুজরাটের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। | Den historiska platsen Kakrebihar har en rik samling byggnadskonst som är jämförbar med den som finns i andra regioner. Detta bekräftar att regionen har en utvecklad tradition av mahayana-buddhism, som kan ha hämtat inspiration från västra Indien, särskilt Gujarat, under medeltiden. |
29 | মহাযান-এর অনুশীলন হয়ত হিন্দু আদর্শের সাথে মিশে যায় এবং এই এলাকার সামাজিক ঐক্যের জন্য তা জনপ্রিয় হয়ে ওঠে। | Mahayana kan ha blandats med hinduistiska tankegångar och skapat en social harmoni i regionen. |
30 | “বুদ্ধের নামে যুদ্ধের পিছনে নয়” | “Välj inte krig i Buddhas namn” |
31 | কাকরেবিহারের ঘটনা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এবং ফেসবুক ওয়ালে প্রচণ্ডভাবে আঘাত হানে এবং টুইটার ব্যবহারকারীরা এই নিয়ে আলোচনায় মেতে ওঠে। | Incidenten har satt stort avtryck i sociala medier likt Facebook och Twitter, som översköljts med diskussioner om det som hänt i Kakrebihar. |
32 | মিলন ওয়াগলে (@শব্দচিত্র) টুইট করেছে: | Milan Bagale (@Sabdachitra) twittrade: |
33 | কাকরেবিহারের বৌদ্ধ মূর্তি: বুদ্ধ, শান্তির চেয়েও মহাশান্তি বেছে নিয়েছিলেন। | Buddha-statyn i Kakrebihar: Buddhor, välj större frid istället för frid. |
34 | বুদ্ধের নামে যুদ্ধ বেছে নেবেন না। | Välj inte krig i Buddhas namn. |
35 | বুদ্ধ দীর্ঘজীবী হোউক, যুদ্ধের পরাজয় ঘটুক। | Länge leve Buddha. Krig skall förgöras. |
36 | জাপানে, নেপালের প্রাক্তন রাষ্ট্রদূত ডঃ বিষ্ণু হারি নেপাল (@ডঃবিষ্ণুনেপাল ) লিখেছে: | Nepals förre Japan-ambassadörr doktor Bishnu Hari Nepal (@drbishnuhnepal) skrev: |
37 | বিশেষজ্ঞরা যে বিষয়ে উপসংহারে পৌঁছেছিল যে নেপাল কাকরেবিহার নিয়ে দীর্ঘ সময় ধরে বিতর্ক চলছে। সরকার এই বিষয়ে ইতস্তত করছে কারণ বৌদ্ধ সন্ন্যাসীদের উপর তিব্বতের একটা প্রভাব আছে।http://t.co/HGi6YslRBy | #Nepal-#Eye-hade lång debatt m experter#KakreBihar-slutsatsen var-#GoN är tveksam över-#Tibetansk infiltrering som munkar http://t.co/HGi6YslRBy |
38 | টরেন্টো ভিত্তিক নেপালি সাংবাদিক সুরেন্দ্র লাওটি (@সুরেন্দ্র লাওটি ) সংবাদ প্রদান করেছে : | Den Toronto-baserade nepalesiska fotografen Surendra Lawoti (@SurendraLawoti) rapporterade: |
39 | বৌদ্ধরা, কাঠমান্ডুতে শক্তি প্রদর্শন করল, নেপালে ধর্ম নিরপেক্ষতাকে বিকশিত করার জন্য। | Buddhister visar styrka i Katmandu för att genomföra sekularisering i Nepal. |
40 | হিন্দু প্রভাবে ইতি ঘটতে যাচ্ছে। #কাকরেবিহার pic.twitter.com/UppmpfGhdO | Ner med den hinduistiska hegemonin. |
41 | বুদ্ধ, তিনি ছিলেন এশিয়ার আলো। | #KakreBihar pic.twitter.com/UppmpfGhdO |
42 | সারা জীবন ধরে তিনি শান্তির বাণী প্রচার করে গেছেন। | Buddha, Asiens ljus, predikade fred hela sitt liv. |
43 | এখন তার অনুসারীদের উচিত নয় শান্তির বদলে যুদ্ধকে বেছে নেওয়া। | Låt inte hans efterföljare välja krig istället för fred. |