Sentence alignment for gv-ben-20130716-37440.xml (html) - gv-swe-20130507-3892.xml (html)

#benswe
1রাসায়নিক প্ল্যান্ট প্রতিবাদ ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চীনেরKina censurerar protester mot kemikaliefabrik
2চীনের দক্ষিন পশ্চিম কুমিং শহরের অধিবাসীরা কাছাকাছি একটি কারখানায় বিষাক্ত রাসায়নিকের সম্ভাব্য উত্পাদনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত ৪ মে, ২০১৩ তারিখে রাস্তায় নেমে আসে।Boende i staden Kunming i sydvästra Kina kom ut på gatorna den 4 maj 2013 för att protestera mot möjligheten att tillverka en giftig kemikalie i en närliggande fabrik.
3রাষ্ট্র মিডিয়ার মতে, চীনা ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন ফ্যাব্রিক তৈরি করতে ৫,০০,০০ টন প্যারাক্সিলিন (পিএক্স) এর উৎপাদনের জন্য আনিং শহরের কাছাকাছি একটি রাসায়নিক প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা করছে।Enligt statliga medier planerar China National Petroleum Corporation (Kinas nationella oljebolag) att bygga en kemisk fabrik i grannstaden Anning för att producera 500 000 ton paraxylen (PX) som används i tillverkningen av textil.
4একটি সম্ভাব্য পিএক্স বিস্ফোরণের বিপদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শহরের কেন্দ্রে প্রায় ৩,০০০ জনের মতো জড়ো হয়।Nästan 3 000 människor samlades i stadens centrum för att protestera mot faran med eventuellt spill av PX.
5চীনের রাষ্ট্রীয় মিডিয়া এই প্রতিবাদের খবর গোপন রাখছে এবং অনলাইনে ব্যাপক সেন্সরিং করছে। গত ৪ মে, ২০১৩ তারিখে থেকে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট সিনা উইবোতে সহিংস এই বিক্ষোভ সম্পর্কে সব তথ্য এবং ছবি মুছে ফেলা হয়েছে।Kinas statliga media höll tyst om nyheten om protesterna och nätcensuren har ihärdigt raderat information och foton om demonstrationen på den populära microblogg-webbplatsen Weibo sedan den 4 maj 2013.
6অনেক ওয়েব ব্যবহারকারী এই বিক্ষোভের সমর্থনে তাদের উইবো প্রোফাইলে “কুমিং পিএক্স” এর একটি ছবি আপলোড করেছেন।Många nätanvändare ändrade sin profilbild på Weibo till en bild med “Kunming PX” överstruket för att visa sitt stöd.
7চির বসন্তের মত আবহাওয়া এবং এর ফুল ও গাছের জন্য কুমিং শহর সুপরিচিত।Kunming är välkänt för sina blommor och växter tack vare dess vårlika väder året runt.
8নিয়মিত পরিষ্কার নীল আকাশ উপভোগ করার সুযোগ সম্বলিত গুটি কয়েক চীনা শহরের মধ্যে এটি একটি।Det är en av de få städer i Kina där himlen ofta är blå.
9সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন শহরগুলোতে অনুরূপ প্রতিবাদের সূত্রপাত হয়।Liknande protester har utbrutit i olika städer på senare år.
10২০০৭ সালে, চীনের পূর্বে জিয়ামেন শহরের হাজার হাজার মানুষ একটি পিএক্স উদ্ভিদ নির্মাণ নিয়ে প্রতিবাদ জানায়।2007 protesterade tusentals personer i Kinas östliga stad Xiamen mot byggnationen av en PX-fabrik.
11গত দুই বছরে, দুটি বৃহৎ নিম্বাই প্রতিবাদ ডালিয়ান এবং নিংবো শহরে সংঘটিত হয়।Under de senaste två åren utbröt två stora NIMBY-protester i Dalian och Ningbo.
12প্রতিবাদকারীরা পারাক্সিলাইনের ভয়াবহতার বিরুদ্ধে প্রতিবাদে প্রতীকী মাস্ক এবং আস্ফালন পড়েছে।Protestanter bär symboliska masker och visar upp affischer som varnar för farorna med spill av paraxylen (PX).
13কুমিং থেকে এক উইবো ব্যবহারকারী “ব্লুকন ইয়িহো” অনলাইনে কুমিং আন্দোলনকে অধিক সমর্থন জানিয়েছেন:(Från Sina Weibo) En Weibo-användare “Boluocun Yihao” från Kunming efterlyste [zh] mer stöd på internet:
14মিডিয়া নিয়ন্ত্রণ, সেল ফোনের সংকেত কাটা, মানুষের নিরাপত্তা রক্ষার জন্য অনুমিত ​​পুলিশ কেউই মানুষদের বাঁধা দিতে পারেনি, “এক্সএক্স পেট্রোকেমিক্যাল রিফাইনারী, কুমিং থেকে বেড়িয়ে যাও!”Mediakontroll, avstängd mobiltäckning, polisen som egentligen ska försvara folkets säkerhet har inte gjort det. “XX petrokemiska raffinaderi, ut ur Kunming!”
15আমরা দুধ নদী চাই না [কুমিং এর একটি দূষিত নদী যার পানি দুধ রঙে পরিণত হয়েছে], আমরা পিএম২. ৫ চাই না [দূষণ],আমরা পিএক্স চাই না।Vi vill inte ha någon mjölkflod [en förorenad flod i Kunming har blivit mjölkfärgad], vi vill inte ha PM 2.5 [föroreningshalt], vi vill inte ha PX.
16এই বার্তাটি রিপোস্ট করুন।Dela detta meddelande med andra.
17আমাদের মা কুমিংকে রক্ষা করুন।Skydda vår hemstad Kunming.
18কুমিং থেকে অন্য একজন উইবো ব্যবহারকারী মিডিয়া সেন্সরশিপের সমালোচনা করেছেন:En annan Weibo-användare från Kunming kritiserade [zh] mediacensuren:
19এরকম একটি বড় দেশে শুধুমাত্র “বেইজিং সান্ধ্য সংবাদ” সত্যনিষ্ঠ ভাবে কুমিং এ কি ঘটেছে তা রিপোর্ট করেছে।Ett sådant stort land och ändå var det bara “Beijing Evening News” som sanniingsenligt rapporterade vad som hände i Kunming igår.
20যদিও এটি মূল রিপোর্ট ছিল না, নেট ইজি থেকে উদ্ধৃত করা।Det var inte en originalrapport, utan tagen från NetEase.
21এটা বলছে, চীনা সংবাদ সংস্থা এ ব্যাপারে এক সাক্ষাত্কার নেয়, কিন্তু শেষ পর্যন্ত এর প্রকাশ নিষিদ্ধ করা হয়।Det sades att Kinas nyhetsbyrå gjorde intervjun igår, men de förbjöds att publicera den i slutändan.
22জিংহুয়া সংবাদ সংস্থা বা সিসিটিভি যত দূর সম্ভব তারা এটি এড়িয়ে গেছে …. মানুষের কথা বলার জন্য চীনে কোন মিডিয়া নাই।Xinhua nyhetsbyrå eller CCTV gömmer sig så långt ifrån som de kan… Kina har ingen media som talar för dess folk.
23একমত হলে এই বার্তাটি পুনরায় পোস্ট করুন।Dela detta meddelande vidare om du håller med.
24কুমিং থেকে “ইয়েন জিয়াসুন” নামের একজন সুরকারের অনুভূতির প্রতিধ্বনিত এরুপঃEn musiker från Kunming “Yinyue Xiaosun” speglade också [zh] samma känsla:
25ব্যানারে লিখাঃ “সুন্দর কুমিং, আমরা বাঁচতে চাই!På banderollen står det: “Vackra Kunming! Vi måste överleva!
26আমরা সাস্থবান হতে চাই !Vi vill vara friska!
27পিএক্স - কুমিং থেকে বেড়িয়ে যাও !”PX - ut ur Kunming!”
28[সিনা উইবো থেকে](Från Sina Weibo)
29কুমিং এর মিডিয়া বন্ধু, আমি আপনাদের কাজ বুঝতে পেরেছি, যেমনটি আমরা আজকের পুলিশদের বুঝতে পেরেছি।Mediavänner i Kunming, jag förstår ert arbete, precis som vi förstår dagens polis. Men ni bor i Kunming.
30আমরা সবাই আমাদের নিজস্ব শহরকে ভালবাসি এবং আমাদের শিশুরা তাজা বাতাসে শ্বাস নিক, নাকি আপনি তা চান না?Vi älskar alla vår hemstad och vi vill att våra barn ska kunna andas frisk luft, eller hur??
31আপনি না? আপনি না ?Gör inte ni det?
32উইবো ব্যবহারকারী “কং বাতিয়ান” ১৯৯৯ সালে কুমিঙ্গে বিশ্ব উদ্যানজাত প্রদর্শনকে স্মরণ করেছেন:Weibo-användaren “Kong Batian” minns [zh] blomsterutställningen World Horticultural Exposition i Kunming 1999:
33১৪ বছর আগে, “২১ শতকে মানুষ এবং প্রকৃতির অগ্রযাত্রা” থিমের অধীনে কুমিং এর জনগণ গর্ব এবং উত্তেজনার সঙ্গে চীনে প্রথম বিশ্ব উত্পন্ন দ্রব্যাদির আন্তর্জাতিক প্রদর্শনীর সূচনা করেছিল!För 14 år sedan, under temat “människan och naturen inför 2000-talet”, inledde Kunmings folk stolt Kinas första världsutställning!
34১৪ বছর পরে, ইউনানের মানুষ পরিবেশের জন্য যুদ্ধ করতে রাস্তাতে নেমেছে!14 år senare måste folket i Yunnan ge sig ut på gatorna och slåss för miljön!
35এটা কুমিং এর মানুষের জন্য বিরাট বিদ্রূপ!Detta är en stor ironi för Kunming-borna!
36অনেক উইবো ব্যবহারকারীরা বিখ্যাত সাংবাদিক বাই ইয়াংসং এর লিখিত একটি কবিতা উদ্ধৃত করেছেন:Många Weibo-användare citerade [zh] en dikt skriven av den kända journalisten Bai Yansong:
37“আঙ্কেল এবং অ্যান্টি, আমরা নির্মল বাতাস চাই” সম্বলিত পোস্টার (সিনা উইবো থেকে নেওয়া)På skylten står det “Tant och farbror, vi behöver ren luft!” (Från Sina Weibo)
38শীঘ্রই শহরটি ধীরে ধীরে ইতিহাস বিস্মৃত হবে।Sakta bleknar staden ur minnet och är snart borta ur historien.
39সুন্দর কিংবদন্তি সবসময়ের জন্যই কিংবদন্তি।Den vackra legenden kommer alltid att förbli en legend.
40কেউ এর জন্য দায়ী হবে না, কারণ যার হওয়া উচিত বেশী সে ইতোমধ্যে শহর ছেড়ে গেছে এবং তাদের সন্তানদের ইতোমধ্যে অভিবাসন নিয়ে ফেলেছে। একটি জীর্ণ এবং দূষিত শহর যেটি একটি ক্যান্সার অঞ্চল - সেই শহরটি হচ্ছে কুমিং।Ingen kommer att hållas ansvarig, för de som borde tagit ansvar har redan lämnat staden, och deras barn har redan emigrerat och lämnat en trasig och förorenad stad med oskyldiga människor bakom sig, ett cancerområde… Staden heter Kunming.