# | ben | swe |
---|
1 | “কাপড় তোল, জীবন বাঁচাও” জরায়ু ক্যান্সারের বিজ্ঞাপন নিয়ে সিঙ্গাপুর বিভক্ত | “Lyft på kjolen och rädda livet” – skilda åsikter om cancerkampanj i Singapore |
2 | চলতি মাসে সিঙ্গাপুরবাসীকে জরায়ু মুখ ক্যান্সারের বিনামূল্যে প্যাপ স্মেয়ার পরীক্ষার কথা স্মরণ করিয়ে দিতে সিঙ্গাপুর ক্যান্সার সোসাইটি “কাপড় তোল, জীবন বাঁচাও” নামে একটি বিজ্ঞাপন প্রচার করে। | |
3 | বিজ্ঞাপনটি প্রচার করার পরেই এর সৃজনশীল দিক, কার্যকারিতা এবং বিরোধীতা করে ব্যাপক আলোচনা হয়। | [Alla länkar leder till engelskspråkiga sidor, om inte annat anges.] |
4 | এই বিজ্ঞাপনী প্রচারণার একটি বিশেষ দিক হলো, এতে সিঙ্গাপুরের সেলিব্রেটি তারকারা মেরিলিন মনরোর সিনেমা দ্য সেভেন ইয়ার ইচ-এর আইকনিক পোজের মতো করে পোজ দেন। | |
5 | বিজ্ঞাপনী প্রচারণার পোস্টার যাত্রী ছাউনি এবং রেল স্টেশনে দেখা যাচ্ছে। সিঙ্গাপুর ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী, জরায়ু ক্যান্সার সিঙ্গাপুরের সবচে' বড়ো স্বাস্থ্য সমস্যাগুলোর একটি: | För att påminna singaporianer om de gratis Pap-test (gynekologisk cellprovtagning) som erbjuds den här månaden publicerade Singapore Cancer Society en annons med frasen “Lyft på kjolen och rädda livet”, vilken gav upphov till en livlig diskussion om huruvida den var kreativ, effektiv eller kränkande. |
6 | সিঙ্গাপুরে নারীদের যেসব ক্যান্সার ধরা পড়ে তার মধ্যে নবম অবস্থানে আছে জরায়ু ক্যান্সার। | I kampanjen deltar lokala kändisar, som upprepar Marilyn Monroes ikoniska pose i filmen “Flickan ovanpå”. |
7 | প্রতি বছর ২০০ জন নারীর পরীক্ষায় এই রোগ ধরা পড়ে, এর মধ্যে ৭০ জন মারা যান। | Kampanjaffischen kan ses på busskurer och tågstationer. |
8 | এই রোগ খুব সহজে প্রতিরোধ ও নিরাময় করা যায়। | Enligt Singapore Cancer Society är livmodercancer en allvarlig hälsofråga i landet: |
9 | ২০১৩ সালের ১-৩১ মে তারিখের মধ্যে সকল সিঙ্গাপুরী নারী যাদের বয়স ২৫ থেকে ৬৯ বছর, তারা দ্বীপজুড়ে অংশগ্রহণকারী ক্লিনিকগুলোতে বিনামূল্যে প্যাপ স্মেয়ার স্ক্রিনিং করাতে পারবেন। | Livmodercancer ligger på 9:e plats på listan över de cancertyper singaporianska kvinnor diagnostiseras med. Varje år får 200 kvinnor diagnosen livmodercancer och 70 av dem avlider som resultat. |
10 | এ মাসে ১৭৮টি ক্লিনিক বিনামূল্যে প্যাপ স্মেয়ার স্ক্রিনিং দিচ্ছে। | Det är en sjukdom som det är både relativt lätt att förebygga och bota. |
11 | এই বিজ্ঞাপন নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আকর্ষণীয় বলে অনেকে বিজ্ঞাপনটির প্রশংসা করছেন। | Från 1 till 31 maj erbjuds samtliga kvinnliga singaporianer och permanent bofasta i åldern 25-69 GRATIS Pap-test på deltagande klinker över hela ön. |
12 | আবার অনেকে একে ফ্যাশন অথবা শরীর স্লিম রাখার বিজ্ঞাপন ঠাওরেছেন। | Åtminstone 178 kliniker erbjuder gratis Pap-tester denna månad. |
13 | অনেকে আবার যৌনাবেদনময়ী বলে এর সমালোচনা করেছেন। | Annonsen möttes av blandade reaktioner. |
14 | “কাপড় তোল, জীবন বাঁচাও” বিজ্ঞাপনটি জরায়ু ক্যান্সার বিষয়ক সচেতনতা তৈরি করতে চালানো হচ্ছে। | En del lovordade den för dess slagkraftighet medan andra trodde att det var en annons för mode eller viktminskning. |
15 | ছবিটি সিঙ্গাপুর ক্যান্সার সোসাইটি'র ফেসবুক পাতার সৌজন্যে নেয়া। | Ytterligare andra kritiserade den för dess sexuella anspelningar. |
16 | অভিযোগ করার সাথে সাথে তারা এও বিশ্বাস করে যে, খুব সহজে মনে করিয়ে দিলেই যথেষ্ট হতো বিনামূল্যে স্মেয়ার স্ক্রিনিং করা যাবে : | |
17 | সিঙ্গাপুরের নারীদের মনোযোগ আকর্ষণ করার জন্য বিতর্কিত শিরোনামের দরকার নেই। | “Lyft på kjolen och rädda livet”-annons som vill skapa uppmärksamhet kring livmodercancer. |
18 | চারটি অক্ষরের ফ্রি শব্দটিই একটি কৌশল হতে পারতো। | Bild från Singapore Cancer Societys Facebook-sida |
19 | এই জাদুকরী শব্দটির কারণে সিঙ্গাপুরের নারীরা পরীক্ষা করানোর জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতো। | Everything Also Complain anser att en enkel påminnelse om att Pap-test finns tillgängliga utan kostnad hade räckt: |
20 | তাদেরকে ছোট অক্ষরে আটকে রাখার কোনো দরকার ছিল না। | …det behövs inga kontroversiella rubriker för att få singaporianska kvinnors uppmärksamhet. |
21 | অ্যা মুসলিমিনাহ ইন এনএল বিষয়টি নিয়ে একই লাইনে চিন্তা করেছেন: এই আইডিয়ার পিছনে রয়েছে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যা নারীর নিরাবরণ দেহভঙ্গিমা, যৌনাবেদনময়ীতা খোঁজে। | Ett enda ord på fyra bokstäver och F som första bokstav räcker alldeles utmärkt: FREE (“GRATIS”); detta magiska ord, som får singaporianer att köa i timmar för saker de inte behöver, har här begränsats till små bokstäver och trist typsnitt |
22 | কপিরাইটার হয়তো ভেবেছেন বিজ্ঞাপনটি কাজ করবে, অন্য এক ব্যঞ্জনা দিবে। | a musliminah in NL funderar i samma banor: |
23 | কিন্তু অন্যরা ভাবছে তার উল্টো- গুরুত্বপূর্ণ বার্তা দেয়ার জন্য যৌনাবেদনময়ী বিজ্ঞাপন মোটেও ভালো আইডিয়া নয়। | den sexualiserade presentationen av kvinnorna skapades för manliga ögon, väcker associationer till voyeurism och sexuell tillgänglighet hos kvinnor. |
24 | তাহলে কী ধরনের শব্দ ব্যবহার করলে সিঙ্গাপুরবাসীর মনোযোগ পেত? পরের বিজ্ঞাপনের জন্য আমি নিচের শিরোনম ব্যবহার করার পরামর্শ দিচ্ছি: বিনামূল্যে প্যাপ স্মেয়ার! | Den här reklamskribenten anser att dessa vitsar sällan fungerar i annonser, medan andra anser att det inte är lämpligt att sexualisera annonser som söker föra fram ett viktigt budskap. |
25 | মনোযোগ আর্কষণের জন্য এটা হবে জুতসই লাইন এবং আশা করি নারীরা বিনামূল্যে চেকআপ করানোর জন্য নিবন্ধন করবেন। | Vilket ord skulle få det sinnet att lägga märke till den här annonsen? |
26 | জনাব ব্রাউন নামের একজন বিজ্ঞাপনের বার্তাটিকে সমর্থন দিলেও বিজ্ঞাপনের থিম নিয়ে মোটেও সন্তুষ্ট নন: | |
27 | আমি কী সত্যি সত্যি জরায়ু ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরির জন্য সবকিছু করতে পারি? | Till nästa kampanj föreslår jag följande rubrik: |
28 | “কাপড় তোল, জীবন বাঁচাও”? | GRATIS Pap-test! |
29 | আপনি যদি এটা করতে পারেন, তাহলে “পা খুলুন, জীবন বাঁচান” কেন নয়? | Det borde dra till sig uppmärksamhet och få kvinnor att anmäla sig till att testas gratis. |
30 | অথবা “অন্তর্বাস ফেলে দাও, জীবন বাঁচাও”? | “Mr Brown” stödjer sakfrågan men är missnöjd med kampanjens tema: |
31 | অথবা “নিচের কাপড় তুলুন, জীবন বাঁচান”? | Jag står helt bakom medvetande om livmodercancer men allvarligt? |
32 | যাই হোক, এতসব হট্টগোল সত্ত্বেও, জরায়ু ক্যান্সার একটি জটিল রোগ। | “Lyft på kjolen och rädda livet”? |
33 | এবং মে মাসজুড়ে আমি বিনামূল্যে স্মেয়ার স্ক্রিনিং নিয়ে তথ্য সরবরাহ করবো। | När ni ändå håller på, varför inte “Sära på benen och rädda livet”? |
34 | ব্রেকফাস্ট নেটওয়ার্কের একটি লেখায় ওয়েসলি গুন্টার বিজ্ঞাপনটির পক্ষে কথা বলেছেন: | Eller “Dra ner trosorna och rädda livet”? Eller “Kika upp under nedgångens kjol och rädda livet”? |
35 | … যদি বিজ্ঞাপনটি পছন্দ করি, তার একটাই কারণ এটি অনেক নারীকে প্যাপ স্মেয়ার পরীক্ষার জন্য নিয়ে যেতে পারবে। | I vilket fall som helst, trots ståhejet, är cancer ett allvarligt ämne och jag ska publicera länken till informationen om de gratis Pap-testerna i maj |
36 | কারণ এটা সবার মনোযোগ আকর্ষণ করেছে এবং এটা তাদের জীবন রক্ষা করবে। | I sin artikel för Breakfast Network försvarar Wesley Gunter annonsen: |
37 | এটা কী বিজ্ঞাপনের উদ্দেশ্য পূরণ করে না? পুরো ব্যাপারটির একটি “দু:জনক” দিক হলো এটি কীভাবে কাজ করে, তা দেখার সুযোগ না দেখেই বিজ্ঞাপনের ক্রিয়েটিভকে আঘাত করা হয়েছে। | …om en sådan här annons KAN få fler kvinnor att genomgå ett PAP-test för att den har FÅNGAT deras uppmärksamhet och räddar deras liv, har inte dess mål uppnåtts? |
38 | লিন্ডা ব্ল্যাক নামের একজন মডেল এই বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। বিজ্ঞাপনচিত্রের সফলতায় তিনি গর্বিত: | Det enda som är “trist” i hela den här affären är hur detta försök till kreativitet sköts i sank så snabbt innan det gavs en chans att se om det faktiskt kunde ge resultat. |
39 | এই বিজ্ঞাপন প্রচারণা নিয়ে আমি গর্বিত। আমার ধারণা এটা খুব সুন্দর একটা প্লট। | Linda Black, en av modellerna som deltog i annonserna, är stolt över kampanjens framgång: |
40 | নারীর স্বাস্থ্য'র বিষয়টি দারুণভাবে সম্পাদিত হয়েছে, যা সবার হৃদয় ছুঁয়েছ। আমি এটার পক্ষে। | Jag är så stolt över kampanjen, och jag anser att den använde både vackra bilder och omtänksam redigering med fokus på kvinnors hälsa. |
41 | আমি সবসময় এটাকে সমর্থন জুগিয়ে যাবো। আমি এটার অংশ হয়ে থাকবো, এই আমার সিদ্ধান্ত। | Jag står för den, och jag försvarar både den och mitt beslut att delta i den. |
42 | বলা হচ্ছে, বিজ্ঞাপন প্রচারণা ব্যাপক সফল হয়েছে- বিপুল সংখ্যক মানুষ এটা নিয়ে কথা বলছেন, অথবা এ বিষয়ে কিছু শুনেছেন, এবং এর মূলে সত্যটাই রয়েছে: নারী হিসেবে আপনি শেষ কবে এই পরীক্ষার কথা শুনেছেন? | Med detta sagt, är kampanjen en enorm succé - massor med människor pratar om den, eller har hört talas om den, och ett sanningens frö har planterats: när testade ni er senast, tjejer? |
43 | এই দেশে এটা অবিশ্বাস্য নয় যে, বিনামূল্যে পরীক্ষা যা তুমি পেতে চাও, ক্ষমতা তার থোড়াইকেয়ার করে? | Är det inte fantastiskt, att i det här landet bryr sig de på högre ort tillräckligt mycket om dig för att erbjuda dig det test du förtjänar GRATIS? |