# | ben | swe |
---|
1 | কাবুলে বোমা হামলার পর দোহায় দপ্তর খুলেছে তালেবানরা | Kabul drabbas av självmordsbombare, talibanerna öppnar fashionabelt kontor i Doha |
2 | আফগানিস্তানের কাবুলের পশ্চিমাঞ্চল গত ১৮ জুন একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছে। | [Alla länkar går till engelskspråkiga sidor, om inte annat anges.] |
3 | এতে কমপক্ষে তিনজন মারা গেছে এবং বিশ জনেরও বেশী লোক আহত হয়েছে। | En explosion som utlösts av en självmordsbombare chockade det västra distriktet av Kabul, Afghanistan, den 8 juni. |
4 | আন্তর্জাতিক মিত্র (আইএসএএফ) বাহিনী আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বাকি জায়গা গুলোর নিরাপত্তার দায়িত্ব আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তরের ঠিক আগ মূহুর্তে এই বিস্ফোরণটি ঘটল। | Attacken krävde minst tre dödsoffer och skadade över tjugo. Explosionen utlöstes strax innan det internationella förbundet (ISAF) förväntats officiellt överlämna ansvaret för säkerheten i de kvarvarande distrikten i östra och södra Afghanistan till det nationella afghanska säkerhetsrådet. |
5 | একদিকে হামলার খবর শুনে আফগানদের মাথা ঘুরে গেছে, অন্যদিকে কাতারে তালেবানরা একটি অত্যাধুনিক নতুন সদরদপ্তর খুলেছে। | Samtidigt som afghanerna skakdes av nyheterna om attacken öppnade talibanerna sitt nya fashionabla huvudkvarter i Qatar. |
6 | আল জাজিরার রিপোর্ট অনুযায়ী একজন জনপ্রিয় আফগান ধর্ম গুরু, রাজনীতিবিদ এবং শান্তির উচ্চ কাউন্সিলের সদস্য মোহাম্মাদ মোহাকিক ছিলেন বিদ্রোহী দলটির লক্ষ্যবস্তু। বিস্ফোরণের সময় তাঁর গাড়িবহর সংসদের দিকে যাচ্ছিল। | Al Jazeera rapporterade att rebellernas mål var Mohammed Mohaqiq, en populär afghansk präst, politiker och medlem av det afghaniska High Council of Peace, vars konvoj var på väg till parlamentet vid den tidpunkt då sprängningen utfördes. |
7 | বোমা বিস্ফোরণে তাঁর কোন ক্ষতি হয়নি, তবে গাড়িবহরের একটি যান ধ্বংস হয়ে যায় এবং এতে কমপক্ষে তাঁর চারজন নিরাপত্তারক্ষী আহত হয়। | Han skadades inte av explosionen men ett av fordonen i konvojen totalförstördes och minst fyra av hans säkerhetsvakter skadades. |
8 | বিস্ফোরণের পর মোহাকিক স্থানীয় লোকজন ও বয়োজ্যেষ্ঠ আফগানদের সাথে কথা বলে আশ্বস্ত করেন যে তাঁকে আগেও কয়েকবার হুমকি দেয়া হয়েছে এবং তাঁরা ধরে নিয়েছে যে তিনি শহরের আশেপাশে আর আসবেন না। কিন্তু সরকারী গুরুত্বপূর্ণ কাজে তাঁকে সংসদে যেতে হয়েছে। | När Mohaqiq efter explosionen talade till lokalbefolkningen och till afghanska äldremän bekräftade han att han tidigare blivit utsatt för hot och inte borde ha färdats genom staden, men att han varit tvungen att ta sig till parlamentet på grund av några brådskande statsärenden. |
9 | খবরটি আফগানদের কাছ থেকে একটি ধারাবাহিক প্রতিক্রিয়া আকর্ষনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দ্রুত ছড়িয়ে পরেছে। | Nyheten, som snabbt spred sig på olika social medier, gav upphov till många starka reaktioner från afghanerna. Den tidigare pakistanska diplomaten Mosharraf Zaidi (@mosharrafzaidi) twittrade: |
10 | সাবেক পাকিস্তানি কূটনীতিক মোশাররফ জাইদি (@মোশাররফজাইদি) টুইট করেছেনঃ | Ustaaz Mohaqiq är en av de mest godhjärtade och vänligaste ledare som jag har mött. |
11 | ওস্তাদ মোহাকিক আমার দেখা সবচেয়ে দয়ালু ও ভদ্র একজন নেতা। | Vi ber för att han får ett långt liv och för hans hälsa. |
12 | তাঁর দীর্ঘ জীবন ও স্বাস্থ্যের জন্য প্রার্থনা করি। | Afghanistans fiender kommer aldrig att vinna. Även Pakistan fördömde attacken. |
13 | আফগানিস্তানের শত্রুরা কখনো সফলকাম হবে না। | Talesmannen för landets utrikesministerium (@PakSpokesperson) twittrade: |
14 | পাকিস্তানও এই হামলার নিন্দা জানিয়েছে। | Pakistan fördömer mycket starkt terroristattacken på Haji Mohammad Mohaqiq. |
15 | দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র (@পাকস্পোকসপার্সন) টুইট করেছেনঃ | Den 8 juni representerar en av de viktigaste dagarna i Afghanistans historia. |
16 | | Förutom att de internationella styrkorna överlämnade ansvaret för säkerhetsfrågor till den nationella styrkan, öppnade också talibanerna sitt huvudkvarter i Qatar, varifrån representanter från den talibanska styrelsen i Qatar vände sig till medierna. |
17 | পাকিস্তান হাজী মোহাম্মাদ মোহাকিকের গাড়িবহরের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। | Ett plakat som annonserar öppnandet av kontoret för “Islamic Emirate of Afghanistan” pryder en av väggarna i talibanernas högkvarter i Doha. |
18 | আফগানিস্তানের ইতিহাসে ১৮ জুন, ২০১৩ তারিখ অন্যতম কঠিন একটি দিন হিসেবে চিহ্নিত, যেহেতু একদিকে আন্তর্জাতিক থেকে জাতীয় বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে, অন্যদিকে কাতারের দোহায় তালেবানদের সদরদপ্তর খোলা হয়েছে। | (Skärmdump från Al Jazeera-reportage) Lina Rozbih-Haidari, TV ankare på Voice of America Ashna, publicerade en bild av talibanska representanter vid öppningsceremonin av det nya Doha kontoret på sin Facebook-sida. |
19 | এ সম্পর্কে দোহা থেকে কাতার সরকার এবং তালেবান একজন প্রতিনিধি প্রচার মাধ্যমকে জানিয়েছেন। “ইসলামিক এমিরেটস অব আফগানিস্থান” এর দোহা হেড কোয়ার্টারের নাম ফলক। | Detta väckte starka reaktioner hos hundratals arga afghaner som fördömde det rättfärdigande av talibanerna som öppnandet av kontoret antyder. |
20 | [আল জাজিরার রিপোর্ট থেকে স্ক্রিন শর্ট] | Lila Ali skrev [fa]: |
21 | কতোটা অবিচারক পৃথিবী! | Vilken orättvis värld! |
22 | খুনীদের এমন সম্মান দেয়া হচ্ছে। | Mördare får så mycket respekt. |
23 | আমির ইমাল মন্তব্য [ফার্সী] করেছেনঃ | Amir Emal kommenterade [fa]: |
24 | যারা তালেবানদের সমর্থন করেন, তাঁদের উচিৎ আয়নায় একবার সেসব লোকদের চেহারা দেখা, যারা তালেবানদের হামলায় মারা গেছেন। এরপর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনার দেশের হত দরিদ্র ও নিষ্পাপ শিশু ও জনগণের মৃত্যু আপনি মেনে নেবেন কিনা। | De som stöder talibanerna borde ta sig en titt på bilderna av de som dödades vid talibanernas attack och sedan bestämma sig för om de kan acceptera att stackars oskyldiga barn och landsmän mördas. |
25 | এটা কি মানবতা? | Är detta humant? |
26 | এটা কি ইসলামের নীতির মধ্যে পড়ে? | Är detta vad de islamska principerna innebär? |
27 | আপনি যখন তালেবানদের সমর্থন জানান তখন কি আপনার ধর্ম সম্পর্কে সচেতন? | När ni stöder talibanerna, tänker ni på er religion? |
28 | আপনি কি আপনার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসেন? | Älskar ni ert land och ert folk? |
29 | সেই রক্ত কি আপনার শিরায় প্রবাহিত হয়? | Har in blod i era ådror? |
30 | আপনি কি নিজেকে একজন মুসলমান মনে করেন? | Kallar ni er för muslimer? |
31 | যদি আপনার সমর্থনের পেছনে কোন যুক্তিযুক্ত কারন থাকে তবে তা দয়া করে আমাদের জানান। | Var snäll och upplys oss om ni har några logiska argument. |
32 | আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আব্দ বসির জোমার চোখে আঙ্গুল দিয়ে [ফার্সী] দেখিয়েছেনঃ | Abd Bassir ZoMar betonade [fa] sin oro over Afghanistans framtid: |
33 | মিস রোজবিহ, আপনাকে যে চিন্তাগুলো উদ্বিগ্ন করে তুলছে তা সম্পর্কে আমিও সচেতন। | Ms. Rozbih, jag är medveten om vilken oro som upptar dina tankar. |
34 | তালেবানরা দপ্তর প্রতিষ্ঠার পর আরো বেশী ক্ষমতা অর্জন করেছে এবং আরব রাষ্ট্রগুলো থেকে আর্থিক সাহায্য লাভের সুযোগ তৈরী হয়েছে। | Efter att ha inrättat sitt kontor, kommer de (talibanerna) att få mer politisk makt och en möjlighet att få finansiell hjälp från arabstaterna. |
35 | বর্তমানে আফগানিস্তানে দু'টি সরকার রয়েছেঃ আফগানিস্তান ইসলামিক প্রজাতন্ত্র ও ইসলামিক এমিরেট অব আফগানিস্তান……অতীতের একটি চিহ্ন। | Nu har Afghanistan två statsskick: Islamic Republic of Afghanistan och Islamic Emirate of Afghanistan… ett tecken på det förflutna. |
36 | এটা খুবই দুঃখজনক যে জনগণ তাঁদের [তালেবান] চিনতে পারেনি, যারা শত শত মানুষের রক্ত ঝড়িয়েছে। | Det är olyckligt att folket inte har insett att talibanerna har fått blodet från hundratals människor att flyta. |
37 | আজ, আরো একবার সবাই নিশ্চুপ। | Idag, som så många andra gånger, förblir alla tysta. |
38 | জাকির শাখিজাদা আরো একটি রাগান্বিত মন্তব্য [ফার্সী] করেছেন, যা অনেকটা এই রকমঃ | En annan arg kommentar från Zakir SakhiZada hävdade [fa] att: |
39 | এটিকে একটি “দপ্তর” নয় বরং একটি “চিড়িয়াখানা” বলা উচিৎ। | Detta skulle inte kallas för “kontor” utan för en “djurpark”. |
40 | আফগানিস্তানকে অনেক সেবা দেয়ার পাশাপাশি কাতার এই বিরল পশুগুলোকে একত্রিত করে সারা বিশ্বকে দেখানোর জন্য একটি চিড়িয়াখানা খুলেছে। | Qatar har gjort Afghanistan en stor tjänst genom att öppna en djurpark, där ovanliga djur nu finns samlade så att de kan visas upp för världen. |
41 | এই পোস্টটি কিরগিজিস্তানের বিশকেকে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটি অব সেন্ট্রাল এশিয়ার জিভি কেন্দ্রীয় এশিয়া অন্তরিত প্রজেক্টের একটি অংশ। | Det här inlägget ingår i GV Centralasiens praktikantprojekt på American University of Central Asia i Bishkek, Kyrgyzstan. |