Sentence alignment for gv-ben-20120601-27481.xml (html) - gv-swe-20120531-2776.xml (html)

#benswe
1সিরিয়াঃ হোউলা গণহত্যার ঘটনার প্রতিবাদে রাষ্ট্রদূতদের বহিষ্কারSyrien: Ambassadörer utvisade i protest mot Houla-massakern
2এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর বিষয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।Detta inlägg är del av vår specialbevakning Syrienprotesterna 2011/12 [en].
3সিরিয়ার হোউলায় এলাকায় সংগঠিত নির্মম গণহত্যার ঘটনা সারা বিশ্বে দ্রুত তীব্র এক আতঙ্কিত প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।[Alla länkar går till engelskspråkiga sidor, om inte annat anges.]
4সিরিয়ায় ক্রমশ বাড়তে থাকা সহিংসতার প্রতিবাদে বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্রের সরকার উক্ত রাষ্ট্রে অবস্থানরত সিরীয় রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।Den brutala massakern i Houla-distriktet gav upphov till en våg av förfärade reaktioner världen över. Ett antal regeringar har fattat beslutet att utvisa syriska ambassadörer i protest mot intensifieringen av våldet.
5অবশেষে ২৬ মে তারিখে জাতিসংঘের পর্যবেক্ষক দল হোউলায় এসে পৌঁছে এবং ১০৮ জন ঘটনার শিকার হবার বিষয়টি নিশ্চিত করে, যাদের মধ্যে ৪৮ জন হচ্ছে শিশু।Den 26 maj anlände äntligen FN-observatörerna i Houla och bekräftade 108 offer, ibland vilka 48 var barn.
6জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরী সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিষয়টি পরিষ্কার করা হয় যে, সিরিয়ার শাসকেরা সাধারণ নাগরিকদের বিরুদ্ধে “তীব্র আক্রমনাত্মক অভিযান” পরিচালনা করছে, যার অর্থ হচ্ছে ঘটনার শিকার বেশীরভাগ নাগরিকরা নিহত হচ্ছে!Under en presskonferens efter ett krismöte av FN:s säkerhetsråd, gjordes det tydligt att regimen tagit till ett “upprörande bruk av våld” mot civila, vilket med andra ord innebär att största delen av offren avrättats.
7অস্ট্রেলিয়া হচ্ছে প্রথম রাষ্ট্র যারা এই ঘটনায় সে দেশ থেকে সিরীয় কূটনীতিবিদকে বহিষ্কারের ঘোষণা প্রদান করে।Australien var det första land som tillkännagav utvisningen av en syrisk diplomat.
8এরপর ফরাসী রাষ্ট্রপতি ফ্রাসোয়া ওলান্দ ফ্রান্স থেক সিরীয় রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা প্রদান করেন এবং এরপর জার্মানী, স্পেন, যুক্তরাজ্য, ইতালী এবং বুলগেরিয়া এবং একই সাথে যুক্তরাষ্ট্র এবং কানাডা তাদেরকে অনুসরণ করে।Den franske presidenten François Hollande tillkännagav därefter utvisningen av den syriske ambassadören i Frankrike, och sedan följde även Tyskland, Spanien, Storbritannien, Italien och Bulgarien deras exempel, liksom USA och Kanada.
9লন্ডনে অবস্থিত সিরিয় দূতাবাস, ছবি ফ্লিকার ব্যবহারকারী ইয়েরেসিনিয়া-এর (সিস-বাই-এনসি-এসএ ২.Syriska ambassaden, London. Bild av Flickr-användaren Yersinia (CC BY-NC-SA 2.0).
10০)। @আম্মারপ্যারিস:কেউ কেউ এতে খুশি, কারণ বাথ পার্টির সব রাষ্ট্রদূত এখন ইউরোপ থেকে বহিষ্কার হতে যাচ্ছে, … আমি সত্যি খুব খুশী হব, যখন তারা সকলে সিরিয়া থেকে বহিষ্কৃত হবে!!!Journalisten Ammar Abd Rabbo kommenterade från Paris: @AmmarParis: En del är glada för att Baath-ambassadörer utvisas från europeiska länder… Jag kommer att bli verkligt glad när de utvisas från ‪#Syrien‬ !!!
11ইসান্দার এল আমরানি বলছে:Issandr El Amrani sa:
12@আরবিস্ট:এই সকল সিরীয় রাষ্ট্রদূত যাদের বহিষ্কার করা হবে, তারা ঘরের ফিরে যাওয়ার ক্ষেত্রে আতঙ্ক অনুভব করবেন, এখন সময় হয়েছে পক্ষত্যাগ করার!@arabist: Alla dessa syriska ambassadörer som utvisas måste bäva inför att återvända hem.
13সাকিব আল জাবরি তার প্রতিক্রিয়া প্রদান করেছে:Dags för lite avhopp!
14@লেশাক: তারা তা পারবে না।Shakeeb Al Jabri svarade:
15গত বছরের আগস্ট মাসে এই সব রাষ্ট্রদূতদের বাধ্য করা হয়, যেন তারা নিজেদের পরিবারকে দেশে ফেরত পাঠায় এবং সেখানে তাদের যেন অনেকটা জিম্মি করা করে রাখা হয়েছে, নিজ দেশের সরকারের প্রতি এইসব রাষ্ট্রদূতদের বিশ্বস্ততা নিশ্চিত করার জন্য তা করা হয়েছে।@LeShaque: De kan inte. Deras familjer tvingades tillbaka hem i augusti och hålls som gisslan för att säkra fortsatt lojalitet.
16লেবানন থেকে লেইলা উল্লেখ করছে:Leila i Libanon noterade:
17@এলসাল১৯২: আমি বাজী রেখে বলতে পারি যে সমস্ত দেশগুলো সিরীয় রাষ্ট্রদূতকে বের করে দিয়েছে, তারা সকলে ইজরায়েলী রাষ্ট্রদূতকে ধারণ করে।@LSal92: Jag slår vad om att alla dessa länder som slänger ut sina syriska ambassadörer har kvar sina ambassadörer från Israel.
18আমিনা একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রদান করেছে:Amani gjorde en kommentar i samma banor:
19@@আমিনা_লেবানন: আমি আশা করছি যে আগামীতে গাজায় সংঘঠিত গণহত্যার সময় বিশ্বের বিভিন্ন দেশ ইজরায়েলী রাষ্ট্রদূতকে বহিষ্কার করবে।@Amani_Lebanon: Jag väntar mig att israeliska ambassadörer nu utvisas från olika delar av världen nästa gång landet begår massakrer i Gaza-området.
20হ্যাঁ ঠিক# সিরিয়া।Jovisst. ‪ #Syrien
21লন্ডনে বসবাসরত কার্ল শাররো টুইট করেছে:London-baserade Karl Sharro tweetade:
22@কার্লরিমার্কস:পশ্চিমের দেশগুলো থেকে সিরীয় রাষ্ট্রদূতদের বের করে দেওয়ার বিষয়টি আসলে ওই সরকারের অর্থহীন প্রচারণা, সিরিয়ার বিষয়ে তাদের কোন স্পষ্ট নীতি নেই# সিরিয়া।@KarlreMarks: Utvisningen av syriska ambassadörer från länder i Väst är enbart tomma gester från regeringar som inte för någon tydlig politisk linje mot ‪#Syrien
23একই সাথে তিনি রসিকতা করেছেন:Han skämtade också:
24@কার্লরিমার্ক্স: দেখা যাচ্ছে তিনজন সিরীয় রাষ্ট্রদূত একটি পানশালায় প্রবেশ করছে…না, ওই বিষয়টি ভুলে যান, তারা ট্রাভেল এজেন্ট।@KarlreMarks: Så, tre syriska ambassadörer går in i en bar… nej, glöm det, det var en resebyrå. Detta inlägg är del av vår specialbevakning Syrienprotesterna 2011/12.