# | ben | swe |
---|
1 | পরিষ্কার তিউনিশিয়ার জন্য ‘আবর্জনা সেলফি’ | “Skräp-självisar” för ett rent Tunisien |
2 | সম্প্রতি বেশ কিছু তিউনিশিয়ান তাঁদের দেশের রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনার পাশে দাঁড়িয়ে সেলফি (নিজের ছবি) তুলছেন। | |
3 | পরে সেগুলো #সেলফিপাউবেলা (‘আবর্জনা সেলফি') হ্যাশট্যাগের মাধ্যমে সামাজিক নেটওয়ার্কিং সাইটে প্রকাশ করছেন। দেশের রাস্তাগুলোকে ভরিয়ে তোলা আবর্জনা স্তূপের প্রতি নিন্দা জানিয়ে তাঁরা এই সেলফি কার্যক্রম শুরু করেছেন। | En mängd tunisier har nyligen tagit bilder av sig själva medan de poserat bredvid skräphögar och sedan publicerat dem på sociala nätverkssidor under hashtaggen #SelfiePoubella (“skräp-självis”) i protest mot de högar av skräp som fyller landets gator. |
4 | উত্তর আফ্রিকান দেশগুলোর পর্যটনের প্রচারনার জন্য পর্যটন মন্ত্রী আমেল কারবাউল সামাজিক মিডিয়াতে বেশ কিছু সেলফি এবং ছবি পোস্ট করলে তাঁর প্রতিক্রিয়া হিসেবে তিউনিশিয়ানদের এই প্রচারাভিযান শুরু হয়। | |
5 | গত ১৬ মে তারিখে, ‘ক্লিন তিউনিশিয়া'র ফেসবুক পাতার প্রশাসক ব্যবহারকারীদের প্রতি তাদের সেলফি আপলোড করার [ফরাসী ভাষায়] আহ্বান জানিয়েছেন: | Företeelsen är en reaktion på ett antal självisar och andra bilder [en], som turistministern Amel Karboul publicerat i sociala medier med syfte att göra reklam för turismen i det nordafrikanska landet. |
6 | আমাদের দেশের সর্বত্র ছড়িয়ে থাকা ও রাস্তার পাশের আবর্জনার করুন অবস্থা দেখা এবং প্রদর্শন করার জন্য আমরা আপনার সেলফির অপেক্ষায় রয়েছি … তারা আমাদের প্রতিবেশীদের কাছে তিউনিশিয়ার সুন্দর ল্যান্ডস্কেপ সমৃদ্ধ পোষ্টকার্ড দিয়ে আমাদের এলাকাগুলোর মধ্যে দু:খের বাস্তবতাকে আড়াল করতে এবং মানুষ যে আবর্জনার মাঝে বসবাস করছে তা ভুলে যেতে চাইছেন … | Den 16 maj uppmanade [fr] administratörerna av Facebook-sidan “Städa Tunisien” användare att ladda upp självisar: Vi väntar på era självisar för att kunna visa på den allvarliga situationen på våra gator och överallt i landet… De försöker dölja den trista verkligheten i våra grannskap bakom vykort som visar vackra, tunisiska landskap och glömmer att det finns människor som måste leva i skräpet… |
7 | ১৯ মে তারিখের আরেকটি পোস্টে অন্য একটি বার্তা [ফরাসী ভাষায়] জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে: | I ytterligare ett meddelande publicerat [fr] den 19 maj sa man: |
8 | কারবুলার [পর্যটন মন্ত্রী] সেলফি যদি ভাল পর্যটনের কারণ দ্বারা সমর্থনযোগ্য হয়, তাহলে সেলফি পউবেলা শুধু পর্যটন ভিত্তিক নয় বরং নাগরিক সমাজের সুবিধা সম্বলিত একটি প্রচারাভিযান। কারণ এর মাধ্যমে তিউনিশিয়ার শহরগুলো পরিষ্কারের জন্য আহ্বান জানানো হয়েছে, যেগুলোর মাধ্যমে এর রাস্তাগুলো আস্তাকুঁড়ে পরিণত হয়েছে। | Om [turistministern] Karbouls självisar allmänt kan anses rättfärdigade på grund av en önskan att öka turismen, är kampanjen “Selfie Poubella” av intresse både för turismen och socialt, eftersom den helt enkelt uppmanar till en upprensning av det skräp som ligger strött över gatorna i Tunisiens städer. |
9 | এই নীতির উদ্দেশ্য খুবই সহজ। এর ফলে তিউনিশিয়ার নাগরিকদের পাশাপাশি পরিষ্কার পাবলিক স্থান থেকে পর্যটকরাও সুবিধা পাবেন। | Principen är mycket enkel och visar på att både tunisiska medborgare och turister drar fördel av en ren, offentlig miljö. |
10 | চলুন, দেশের কর্মকর্তাদের আমাদের রাস্তার আসল চেহারা এবং পরিবেশ দূষণের বাস্তব চিত্র দেখিয়ে দিই। | Låt oss visa landets ämbetsmän hur våra gator verkligen ser ut och hur vår miljö förorenas. |
11 | গত এপ্রিল মাসে, সরকার রাস্তায় জমে থাকা আনুমানিক ৩০০ হাজার টন আবর্জনা সরিয়ে ফেলেছে এবং পরিস্কারক শ্রমিকদের গৃহীত অসুস্থ ছুটির সংখ্যা বৃদ্ধি করেছে। | I april förra året uppskattade regeringen att skräphögarna på gatorna uppgick till sammanlagt 300 000 ton och skyllde på “trasig” sophämtningsutrustning samt ökade sjukanmälningar bland de anställda inom sophämtningstjänsten. |
12 | দেশের বিভিন্ন অঞ্চলে কর্তৃপক্ষ এবং সুশীল সমাজের দল দ্বারা চালুকৃত একাধিক পরিচ্ছন্নতা প্রচারণা সত্ত্বেও আবর্জনার স্তুপ বেড়েই চলেছে। | Trots att både myndigheter och medborgargrupper lanserat ett flertal renlighetskampanjer inom olika landregioner fortsätter skräphögarna att växa. |