Sentence alignment for gv-ben-20110926-20224.xml (html) - gv-swe-20110925-484.xml (html)

#benswe
1ইরানঃ নির্যাতিত ভালুক শাবকের বিতর্কিত ভিডিও প্রচারVrede över videoklipp som visar tortyr av björnungar i Iran.
2ইরানিয়ান প্রাণী নিষ্ঠুরতা প্রতিরোধ সংগঠন কর্তৃক ইসফাহান প্রদেশের সামিরমে একটি বাদামি ভালুক হত্যা ও তার শাবকদের উপর ‘শিকারীদের' খেলা সদৃশ নির্যাতনের একটি ভিডিও প্রকাশের পর থেকেই ঘটনার শুরু।Det hela började när en iransk djurskyddsförening la upp ett videoklipp [fa] som visade hur “jägare” i Samirom i Isfahanprovinsen dödade en brunbjörn och torterade hennes ungar som en lek inför kameran.
3তারা একটি শাবকের পেট চিরে ফেলেছিল এবং যতক্ষণ পর্যন্ত সেটি জীবিত ছিল, এবং তাকে ছুঁড়ে ফেলেছিল।De slet av en unges mage och kastade runt det stackars djuret medan det fortfarande var vid liv.
4এই ভিডিও চিত্রটি ইরানিয়ানদের মধ্যে বিতর্ক ও বেদনার ঢেউ তুলেছে, এবং ঐ শিকারিদেরকে শাস্তি দেয়ার জন্য ইরানিয়ান কর্তৃপক্ষকে আহবান জানিয়ে একটি ফেসবুক পাতা খোলা হয়েছে, ১৯০০রও বেশি মানুষ অংশ নিয়েছে।Filmen skapade en våg av vrede och sorg bland många iranier och en Facebook-sida [fa] skapades för att utöva påtryckningar mot iranska myndigheter för att de skulle straffa jägarna. Mer än 1 900 person har gått med i gruppen.
5ঐ পাতায় প্রকাশিত সামিরমের সংসদ সদস্য বেহরুজ জাফরির একটি প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে যেখানে তিনি এ ঘটনাকে ‘ইসলামিক প্রজাতন্ত্রের পরিবেশের উপর একটি নেতিবাচক চিত্র' বলে আখ্যায়িত করেছেন।En kommentar på sidan hävdar att Samiroms parlamentsledamot Behrouz Jafari påstått att händelserna beskrivits på ett sätt som är “överdrivet för att ge en negativ bild av den islamiska republikens miljösituation”.
6ফেসবুক গ্রুপটির সমর্থকদের প্রশ্ন:En medlem i Facebook-gruppen frågar:
7“কেন আপনি আপনার দায়িত্ব থেকে সরে আসতে চাচ্ছেন এবং সবকিছু রাজনৈতিকভাবে নেয়ার চেষ্টা করেন?”Varför vill du bara springa ifrån ditt ansvar och göra politik av allting?
8খবরের প্রতিবেদন অনুসারে ‘শিকারিদের' মধ্যে দু'জন গ্রেফতার হয়েছে।Enligt nyhetsrapporter [fa] har två av “jägarna” arresterats.
9একজনের নাম হামজা আলি আনসারি, সে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করে এবং সামিরমের সাংসদের সাথে তার ব্যক্তিগত পরিচয় আছে।En av dem heter Hamzeh Ali Ansari, och arbetar på utbildningsministeriet. Han har personliga band med Samiroms parlamentsledamot.
10Pashmak লিখেছে:Pashmak skriver [fa]:
11এই তথ্যচিত্রটি প্রাণীদের প্রতি মানুষের সীমাহীন নিষ্ঠুরতা দেখিয়েছে…তারা ভালুকটিকে হত্যা করেছে ও শাবকগুলোর উদর চিরে ফেলেছে এবং নিজেরাই ভিডিও ধারণ করেছে…ভাল যে তারা চিত্রটি ধারণ করেছে কারণ সেটি তাদের গ্রেপ্তারে সহায়তা করেছে…হামজা আলি আনসারি, একজন শিক্ষক, যে মূল অপরাধী এবং ইতোমধ্যে ১০০ বারেরও বেশি আইন লংঘন করেছে কিন্তু তার সাথে সামিরমের সাংসদ বেহরুজ জাফরির সুসম্পর্ক আছে।Filmen visar gränslös grymhet mot djur… de dödade björnen och slet av magen på ungen och filmade sig själva… det är bra att de filmade det för det ledde till att de arresterades… Hamzeh Ali Ansari, en lärare, är huvudförövaren som redan har brutit mot lagen 100 gånger men som känner Behrouz Jafari, Samiroms parlamentsledamot, väl.
12ইরানিয়ান ব্লগার কামালিয়া ভালুকগুলোর ব্যাপারে একটি প্রতিবেদনে জিজ্ঞেস করেন, “তাদের কী অপরাধ ছিল এভাবে শিকার হওয়ার জন্য?”Den iranska bloggaren Kamalia frågar i ett inlägg [fa]:, “Vad hade de gjort för att förtjäna att dödas så här?”
13এই ব্লগারও একজন ‘শিকারির' রাজনৈতিক পরিচয় উল্লেখ করেন।Bloggaren nämner också en “jägares” politiska kontakter.
14অপর এক ব্লগার, জুশ লিখেছেন:En annan bloggare, Joosh skriver [fa]:
15৩২ বছর ধরে ইসলামিক প্রজাতন্ত্রের বর্বরতায় বসবাসের পর, ইরানিয়ান জাতি এখন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে…এখন তা ভাল ও মন্দের পার্থক্য বুঝতে পারছে না…আজ আমি ইরানিয়ান হয়ে লজ্জিত।Efter 32 år under den islamiska republikens våld så har den iranska nationen blivit dödsmissbrukare… den vet inte skillanden mellan gott och ont… idag skäms jag över att vara iranier.