# | ben | swe |
---|
1 | সংসদে প্রকাশ্যে গুলি ছুঁড়লেন এক জর্দানিয়ান সংসদ সদস্য | Jordansk riksdagsledamot öppnar eld med Kalashnikov i riksdagen [Samtliga länkar går till engelskspråkiga sidor, om inte annat anges.] |
2 | টুইটারে @ফুগালসাদা জরদানিয়ান এমপি'র এই কার্টুন শেয়ার করেছেন, যিনি সংসদে তাঁর সহকর্মীকে গুলি করেছেন। | @fooqalsada delade denna skämtteckning på Twitter av den jordanska riksdagsledamoten Sharif, som efter en dispyt öppnade eld mot sin kollega med en Kalashnikov. |
3 | অবশ্য এতে কেউ হতাহত হয়নি। | Ingen skadades. |
4 | আজ জর্দানে সংসদ অধিবেশন চলাকালে এক সংসদ সদস্য অন্য আরেকজন এমপিকে লক্ষ করে প্রকাশ্যে গুলি ছুঁড়েছেন। | En jordansk riksdagsledamot öppnade eld mot en annan ledamot under ett möte i riksdagen igår tisdag. |
5 | এই ন্যাকারজনক ঘটনায় কেউ আহত হয়নি - যেটি মূলত: আগের ঘটনারই প্রতিচ্ছবি যেখানে, সংসদ সদস্যরা একে অপরকে জলের বোতল এবং জুতা ছুড়ে মেরেছিলেন। | Ingen skadades under fiaskot, som var en upptrappning av tidigare incidenter då ledamöter kastade skor och vattenflaskor på varandra. |
6 | ফিলিস্তিনি সাংবাদিক দাউদ কুত্তাব সেই গুলি বর্ষণের একটি ভিডিও চিত্র শেয়ার করেছেন, যেখানে আজ সংসদ অধিবেশন চলাকালে বাইরের একটি কক্ষে কি ঘটেছে তা দেখানো হয়েছে। | Den palestinske journalisten Daoud Kuttab delade en video av skottlossningen, som sägs ha inträffat i korridoren utanför den sal där riksdagsmötet pågick. |
7 | সেখানে একটি একে-৪৭ থেকে গুলি করার শব্দ ভিডিওতে পরিষ্কার: | Skottljuden från en AK-47:a är tydliga i videon: |
8 | সংসদে গুলি বর্ষণের ভিডিও @আম্মাননেট | Video av skottlossningen i riksdagen. |
9 | তিনি আরো ব্যাখ্যা করেছেন: | Han förklarar ytterligare: |
10 | #জু সংসদে ৩৩ বছর বয়সি তালাল শারিফ তার গাড়ী থেকে আনা একটি একে কালাশনিকভ ব্যবহার করে গুলি ছুঁড়েছেন। | Det var den 33-åriga Tallal Sharif som öppnade eld i #jo-riksdagen med en Kalashnikov AK-47 som han tagit med sig från sin bil. |
11 | তিনি আরও লিখেছেনঃ | Och tillägger: |
12 | #জু সংসদে কালাশনিকভ ব্যবহার করে গুলি ছোঁড়া এমপি তালাল শারিফকে বহিষ্কারের জন্য সংসদে উপস্থিত ১৩৬ জন সদস্যের মধ্যে ১৩৪ জনই ভোট দেন। | 134 av 136 närvarande riksdagsledamöter röstade för att avsätta riksdagsledamot Tallal Sharif, som öppnade eld med sin Kalashnikov i #jo-riksdagshuset. |
13 | ক্রিস্টেন ম্যাক্টিঘ বিস্ময় প্রকাশ করেছেন এই ভেবে যে, একজন এমপি কীভাবে সংসদের ভেতর কালাশনিকভ নিয়ে প্রবেশ করেনঃ | Kristen McTighe undrar hur en riksdagsledamot kunde få in en Kalashnikov i riksdagshuset: |
14 | একটি প্রশ্ন, কিভাবে একটি কালাশনিকভ নিয়ে সংসদের মধ্যে কেউ প্রবেশের সুযোগ পায় ? | Man kan undra hur någon kan smuggla in en Kalashnikov i riksdagen? |
15 | #জর্দান | #Jordan |
16 | জর্দানিয়ান ইয়াসমিনা আলনাসের অন্য আরেকটি প্রশ্ন তুলেছেন [আরবী ভাষায়]: | Jordanska Yasmina Alnasser ställer en annan fråga [ar]: |
17 | আপনি কি মনে করেন যে, বন্য প্রাণীদের চিড়িয়াখানায় রাখা উচিৎ ? | Jag anser att vilda djur ska hållas i djurparker. |
18 | কিভাবে এসব এমপি বাইরে আসে [চিড়িয়াখানার] ? | Hur kommer det sig att riksdagsledamöter hålls utanför [djurparker]? |
19 | #জর্দান | #jordan |
20 | এবং জর্দানিয়ান আলী দাহমাস বলেছেন: | Och jordanska Ali Danmash tillägger: |
21 | নির্বাচিত প্রিয় সংসদ সদস্য, কালাশনিকভের জন্য অভিনন্দন। | Kära förtroendevalda riksdagsledamöter, grattis till Kalashnikoven. |
22 | বৃহস্পতিবার আগে একে অপরকে হত্যা করতে ভুলবেন না, যাতে আমরা আরামে থাকতে পারি। | Glöm inte att döda varandra innan torsdag, så att vi kan vara lugna. |
23 | আপনার বিনীত, নাগরিক সম্প্রদায়। | Vänliga hälsningar, en medborgare. |
24 | বাহরাইন থেকে ব্লগার ইয়াদ ইব্রাহিম ঘটনাটিকে দারুণ হিসাবে বর্ণনা করেছেন - “খুবই দারুণ”: | Eyad Ebrahim, bloggare från Bahrain, beskriver incidenten som fantastisk - “helt fantastisk”: |
25 | জর্দানিয়ান এমপি একে অপরকে গুলি করেছেন। দারুণ। | Jordanska riksdagsledamöter som skjuter mot varandra, fantastiskt, helt fantastiskt. |
26 | খুবই দারুণ। | |