# | ben | swe |
---|
1 | ইউরোপঃ অর্থনৈতিক সঙ্কট অভিবাসন বিরোধী রাজনীতিতে উত্তেজনা ছড়াচ্ছে | Europa: En gammal känd refräng om invandring |
2 | ফরাসী রাষ্ট্রপতি নির্বাচনের হয়ত পরিসমাপ্তি ঘটেছে, তবে বাস্তবতা হচ্ছে বিদায়ী রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি তাঁর প্রচারণার মূল লক্ষ্যবস্তু হিসেবে অভিবাসী বিরোধিতাকে বেছে নিয়েছিল [ফরাসী ভাষায়], যা এখনো ওয়েবে এক বহুল আলোচিত বিতর্কের বিষয়। | Det franska presidentvalet [en] må vara över men det faktum att den avgående presidenten, Nicolas Sarkozy, valde att göra ämnet invandring centralt [fr] för sin kampanj skapar fortfarande diskussion på nätet. |
3 | অনেক নেট নাগরিক বিস্মিত এই কারণে যে নির্বাচনে ডানপন্থীদের সাথে মাখামাখির এই বিষয় তাঁর পরাজয়কে স্বাগত জানিয়েছে নাকি এর বিপরীতে, এই ঘটনায় ভোটাররা তাঁর প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে [ফরাসী ভাষায়]। | Många internetanvändare undrar om detta val att flirta med extremhögern av hans väljarkår har gjort hans nederlag mindre tungt eller om det tvärtom var en av orsakerna till avhoppen av hans väljare [fr]. |
4 | ইউরোপের ভোটারদের বহু সংস্কৃতিবাদের প্রতি আগ্রহ হ্রাস পাওয়ার বিষয়টিকে মাথায় রেখে অভিবাসনকে বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের মূল কারণ হিসেবে চিহ্নিত করার ঘটনা পুরো ইউরোপ মহাদেশ জুড়ে উগ্র-ডানপন্থীদের জন্য ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছে। | Att döma av det politiska klimatet i Europa [en] är utpekandet av invandring som orsak för den ekonomiska krisen [en] ett viktigt grepp som visat sig vara fruktbart för de högerextrema partierna över hela kontinenten. |
5 | আফ্রিকার উদ্বাস্তু নাগরিক, ছবি ভিটো মানজারি-এর (সিসি বাই ২. | Afrikanska flyktingar av Vito Manzari på Flickr (CC BY 2.0) |
6 | ০) অভিবাসীদের নিয়ে তৈরী করা এই আলঙ্কারিক শব্দগুলো পরিচিত মনে হবার কারণ হচ্ছে শতাব্দীর পর শতাব্দী ধরে অভিবাসন চক্রাকারে এই পুরোনো মহাদেশটিকে ঠিক সঙ্কটের সময় আক্রান্ত করে। | Om denna retorik verkar bekant är det för att den sedan århundraden ständigt återkommer i cykler på den gamla kontinenten i och med varje kris. |
7 | ভ্যালেরি তাঁর ব্লগ ক্রেপে গ্রেগোরিত্তে-এ, ফ্রান্সে অভিবাসন সংক্রান্ত ধারণার সময়কালের পুনর্গণনা করেছেন [ফরাসী ভাষায়], ১৯ শতকের প্রথমার্ধ থেকে আজকের দিন পর্যন্ত: | På Valéries blogg Crêpe Georgette skildrar hon kronologin av synen på invandring i Frankrike [fr] från första halvan av 1800-talet till idag: |
8 | আমরা প্রায়শই শুনে থাকি যে “এর আগে যে সমস্ত অভিবাসনের ঢেউ-এর সৃষ্টি হয়েছিল, তা ছিল শ্রম সংক্রান্ত, যা কিনা সমস্যার সৃষ্টি করেনি, এবং ফ্রান্স বিষয়টিকে নির্দ্বিধায় গ্রহণ করেছিল” । | Om det är en idé som är på modet, är det bra att tänka på de gamla invandrarströmmarna (italienska, polska, spanska, belgiska…) som nu är totalt integrerade i vårt samhälle, till skillnad från dagens invandrarströmmar från Maghreb och Afrika. |
9 | আসুন আমরা একেবারে সম্প্রতি সৃষ্ট অভিবাসনের ঢেউ সর্ম্পকে বর্তমানে করা মন্তব্যগুলোকে চিহ্নিত করি, যা কিনা প্রায় পুরোনো গতানুগতিক মন্তব্যের পুনরাবৃত্তি, আর সকল অভিবাসী সম্প্রদায় এই সকল মন্তব্যের মুখোমুখি হয়েছে (তা সে গ্রাম থেকে উঠে আসা কিংবা বিদেশ থেকে আসা অভিবাসী হোক)। ইতালীয় এবং স্প্যানিশ অভিবাসীরা যে মুল ধারার সাথে সংযুক্ত হতে পারেনি আর তারা তা পারে না, এবং যারা আজকে পূর্ব ইউরোপ এবং আফ্রিকা থেকে আসা অভিবাসীদের বিপক্ষে, এই দুটি অভিযোগের বিষয়ের ভ্যালেরি একটি সমান্তরাল তুলনা করেছে: | Man får ofta höra att de gamla invandrarströmmarna var arbetare som inte ställde till problem och fransmännen har dessutom helt accepterat dem. Låt oss således konstatera att de nuvarande kommentarerna om dagens invandrare endast är en upprepning av gamla, allmänt accepterade idéer som alla migrationssamhällen har stått inför (vare sig de invandrat från landsbygden eller från andra länder). |
10 | সকল অভিবাসী জনগোষ্ঠী-কিন্তু যারা সাধারণত গরীব-তারা শতাব্দী ধরে অনুজ্জ্বল ভাবে চিহ্নিত হয়ে রয়েছে, তারা নোংরা, এরা মূলধারার সমাজের সাথে মিশতে পারে না, এরা অনুগ্রহ প্রার্থী, তারা কামুক, এবং অন্যান্য উত্তেজক প্রথার দ্বারা পরিচালিত। | Valérie jämför anklagelserna om icke-integrerade italienare och spanjorer och om dagens invandrare från Östeuropa och Afrika: Alla invandrargrupper - men även fattiga människor i allmänhet - har under århundraden setts som smutsiga, icke-integrerade, personer som vältrar sig själva i lust och exotiska vanor. |
11 | যেমনটা আপনার অনেকে পর্যবেক্ষণ করেছেন, বর্তমানে অভিবাসন সম্পর্কে “ইসলামিকরণ” প্রতিবেশীকরণ” “প্লাবিত করে ফেলা” , মেয়েদের বোরখা পড়া, এবং তাদের দশের মত সন্তান থাকা, এই কথাগুলো শুনছেন, যা কিনা এর আগের অভিবাসনের ঢেউ-এর সময় করা উক্তির পুনরাবৃত্তি। | Det man idag hör om ”de islamska” stadsdelarna, som är ”invaderade” av kvinnor i burka med 10 barn, är som ni kanske förstår endast en upprepning av kommentarer från alla tidigare invandrarströmmar. |
12 | ইতালীয় অভিবাসী ভয়াবহ খাবার রান্না করে, তাদের অনেক বেশী সন্তান সন্ততি এবং তারা অরুচিকর পোষাক পড়ে। | Också italienaren lagar usel mat och har för många barn som går klädda i trasor. |
13 | পোলিশ অভিবাসী অদ্ভুত এক নিজস্ব ক্যাথলিক ধর্ম চর্চা করে, এবং সমাবেশে তারা দাড়িয়ে পড়ে, যেখানে যথাযথ একজন ফরাসী নাগরিক বসে থাকে। | Polacken hånas för sin speciella katolicism och för sin vana att stå upp under gudstjänsten, medan den duktiga fransmannen sitter ned. |
14 | অর্থনৈতিক সঙ্কট একমাত্র কারণ নয় | Krisen är inte den enda anledningen. |
15 | সর্বোপরি, কেবলমাত্র অভিবাসন অর্থনৈতিক সঙ্কট দিয়ে বিরোধী যুক্তির আকর্ষণকে ব্যাখ্যা করা যাবে না। | Krisen är dock inte den enda förklaringen till attraktionen av invandringsfientliga ståndpunkter. |
16 | ফ্রান্সের বহু-সংস্কৃতিক বিষয়ক ভবিষ্যৎ নিয়ে এক সম্পাদকীয়তে জুলি ওয়ানো উক্ত বিষয় সম্পর্কে উল্লেখ করেন: | I en ledarartikel om framtiden för Frankrikes mångkultur belyser Julie Owono att [fr] : |
17 | ইউরোপের ভবিষ্যৎ সম্বন্ধে বাড়তে থাকা উদ্বেগের কারণ কেবল এই অর্থনৈতিক সঙ্কট নয়। | Anledningen till den växande oron över Europas framtid är inte bara relaterad till krisen. |
18 | কিছু রাজনীতিবিদ প্রথম রাউন্ড ভোটের দিন সন্ধ্যায় দ্রুত ব্যাখ্যা প্রদান করেছিল, তাদের বিশ্লেষণের বিপরীতে মনে হচ্ছে, যে সমস্ত ফরাসী উগ্রবাদকে ভোট দিয়েছে, তারা অভিবাসন সংক্রান্ত কারণে সৃষ্ট সঙ্কটের দ্বারা খুব একটা আক্রান্ত হয়নি। | Tvärtemot vad vissa politiker snabbt förklarade på kvällen för den första omgången, verkar det som att fransmännen som gav sin röst till extremismen inte lider särskilt mycket av invandringgisselet. |
19 | ফরাসী বিশ্লেষকরা আবিষ্কার করেছেন যে, যে সমস্ত ফরাসীরা উগ্রবাদকে ভোট দিয়েছে, তারা ন্যাশনাল ফ্রন্টের মোট ভোটের ৬২ শতাংশ, তারা যে সমস্ত এলাকার বাসিন্দা, সেখানে অভিবাসনের হার খুব সামান্য। | Franska experter [fr] visar på att 62% av Nationella fronten-väljarna bor i områden där invandrarantalet ligger under genomsnittet. |
20 | একটি ইউরোপীয় প্রপঞ্চ। | Ett europeiskt fenomen |
21 | ইউরোপে বিদেশীর সংখ্যা, ছবি ফ্লিকারের ডিজিটাল ড্রিমস-এর, লাইসেন্স-সিসি-বাই | Utlänningar i Europa via Digital Dreams på FlickR License-CC-BY |
22 | অভিবাসীদের বিরুদ্ধে রাজনীতিবিদেরা যে একই সুরে সেই পুরোনো গান গেয়ে আসছে তা কেবল ফ্রান্সের মাঝে সীমাবদ্ধ নয়। | Den gamla kända refrängen om invandring spelas inte bara i Frankrike. |
23 | গ্রিসে নব্য নাৎসি দল, যারা গোল্ডেন ডাউন নামে পরিচিত তারা দেশটির অর্থনৈতিক সঙ্কটের সুযোগ নিয়েছে এবং একেবারে সম্প্রতি হওয়া সাধারণ নির্বাচনে সাফল্য লাভ করেছে। | I Grekland utnyttjar det ny-nazistiska partiet “Gyllene gryning” landets ekonomiska nederlag för att göra genombrott i riksdagsvalet [en]. |
24 | যুক্তরাজ্যে, জেমস নামের এক মন্তব্যকারী এই বাস্তবাতায় তাঁর প্রতিক্রিয়া প্রদর্শন করেছে যে ক্যামেরন, মরকেল, সারকোজি ইউরোপে বহুসংস্কৃতিবাদের ব্যর্থতার কথা ঘোষণা করেছে: | I Storbritannien reagerar James på det faktum att Cameron, Merkel och Sarkozy hävdar att mångkulturen har misslyckats [en] iEuropa : |
25 | সে [ মরকেল] চায় যে সম্পদশালী জাতি গরীব এলাকার মানুষকে আলিঙ্গন করুক এবং তাদের প্রশিক্ষণ প্রদান করুক! | Hon [Merkel] ville att folk från rikare länder skulle välkomna och lära folk från fattigare länder! |
26 | এই বিষয়টি কাজ করছে না, এর জন্য আমাদের কোটি কোটি টাকা ব্যয় করতে হয়েছে এবং প্রতি বছর তা ক্রমশ ব্যায়বহুল হয়ে উঠছে। | Det har inte fungerat, det har kostat miljarder och det blir dyrare för varje år! |
27 | বিষয়টি যেন এমন যে, রোমানিয়ার এক কৃষক, যে কিনা ব্রিটেনে কাজ করে, নিজেকে গরীব দাবী করে সে সকল টাকা বাড়ীতে পাঠাচ্ছে, একটি রাজকীয় বাড়ি বানানোর জন্য, বাস্তবে এমনটাই ঘটছে। ভ্যালেরী বলছে যে অভিবাসন বিরোধী আলঙ্কারিক শব্দের পুনরায় আগমনে, তিনি তেমন বিস্মিত নন। | Skulle du hellre ha en bonde från Rumänien som arbetar i Storbritannien och som påstår sig vara fattig, och som skickar alla pengar hem för att bygga en herrgård! det är vad som händer. |
28 | ভ্যালেরী বলছে যে অভিবাসন বিরোধী আলঙ্কারিক শব্দের পুনরায় আগমনে, তিনি তেমন বিস্মিত নন। | Valerie häpnas inte längre av denna ständigt återkommande refräng om invandring. |
29 | ভদ্রমহিলা তাঁর ব্লগে এই বিতর্ক উন্মুক্ত করার জন্য আরো কিছু প্রবন্ধ পাঠে পরামর্শ প্রদান করেছে: | På sin blogg ger hon några lästips för att öppna debatten [fr]: |
30 | মাঘরেব এবং আফ্রিকা থেকে আসা অভিবাসীদের নিয়ে যে উদ্বেগ সেই বিষয়ে আলোচনার ক্ষেত্রে, যে কেউ ১৯ শতক এবং ২০ শতকের শুরুর সময়কার পাঠ থেকে কিছু অর্জন করতে পারবে, যে সবের মধ্যে দিয়ে জানা যাবে যে এ রকম ভয়ের ভিত্তি কোথায় এবং শতাব্দী ধরে এই বিষয়ে সেই একই যুক্তি প্রদান করে আসা হচ্ছে। | För att bekämpa farhågor inför Maghrebianska och afrikanska invandrare skulle man vinna mycket på att läsa texter från 1800-talet och början av 1900-talet för att förstå grunden till dessa farhågor och hur argumenten hela tiden upprepas genom århundradena. Lästips: |
31 | এই বিষয়ে আরো পাঠের জন্য -এস মেলাস যে সমস্ত প্রবন্ধ পাঠ করার পরামর্শ প্রদান করেছে [ফরাসী ভাষায়]-এ. সাইদ, অভিবাসন অথবা রাষ্ট্রের ভিন্নতার ধাঁধাঁ [ফরাসী ভাষায়] (১. | - Tips från Melle S. [fr]: Abdelmalek Sayad “L'immigration ou les paradoxes de l'altérité” (1. L'illusion du provisoire et 2. Les enfants illégitimes)[fr]. |
32 | এক অসাধারণত্বের বিভ্রান্তি এবং ২. | - Gérard Noiriel, “Le creuset français” [fr]. |
33 | অবৈধ সন্তানেরা) -জেরার্ড নোইরিয়েল, ফরাসি এক গলিত-পাত্র -লরা দোনেল, আক্রমণাত্মক ফ্রান্স, ১৯ শতকে ফ্রান্সে জাতিগত বিদ্বেষের ইতিহাস [ফরাসী ভাষায়]। | - Laurent Dornel, “La France hostile. Histoire de la xénophobie en France au XIXe siècle” [fr]. |