# | ben | swe |
---|
1 | গাজায় ইসরায়েলি হামলার পর তুরস্কে জ্বলে উঠেছে ইহুদি বিদ্বেষী আগুন | Antisemitismen frodas i Turkiet efter Israels attacker mot Gaza (och regeringen gör inte saken bättre) |
2 | তুর্কিশ প্রধানমন্ত্রী বরাবর ইসরায়েলের কঠোর সমালোচক। | Turkiets premiärminister har upprepade gånger fördömt Israel. |
3 | ইউটিউব ব্যবহারকারী তামেরস্কাডেন্স এর আপলোড করা ভিডিও থেকে স্ক্রিনশটটি নেওয়া হয়েছে। | Skärmdump från video uppladdad av YouTube-användaren Tamerscadence |
4 | দীর্ঘদিন তুরস্কের জনগণের মাঝে সকল পেশার ফিলিস্তিনিদের জন্য প্রচুর সমবেদনা রয়েছে। | [Samtliga länkar leder till engelskpråkiga sidor, om inte annat anges.] |
5 | তবে গাজায় ইসরায়েলের চলমান হামলাকে এখন প্রকাশ্যে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার একটি অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। | Människor från alla delar av det turkiska samhället har länge hyst stor sympati för den palestinska befolkningen. |
6 | এ সপ্তাহে তুরস্কে ঘটে যাওয়া যেসব ইহুদি বিদ্বেষী আবেগ সুস্পষ্টভাবে দেখা গেছে, সেগুলোর সাথে জাস্টিস এ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির কোন না কোন সম্পর্ক রয়েছে। | I nuläget tycks det dock som om Israels fortgående attacker mot Gaza används som en förevändning för ett öppet anammande av antisemitism. |
7 | তুরস্কের প্রধানমন্ত্রী এবং ইসরাইলের কথিত সমালোচনাকারী রিসেপ এরদোগান এই রাজনৈতিক দলটির প্রধান। ১. আইএইচএইচ একটি দাতব্য সংস্থা। | De följande tecknen på en växande antisemitisk attityd i Turkiet kan alla kopplas - direkt eller indirekt - till Rättvise- och utvecklingspartiet, AKP [sv], som leds av Recep Erdoğan, turkisk premiärminister och högröstad Israel-kritiker. |
8 | এটি ২০১০ সালে গাজার উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা তুলে নেয়ার একটি প্রচেষ্টা স্বরূপ অবশ্যম্ভাবী গাজা ফ্রিডম ফ্লোটিলার আয়োজন করেছিল। সংস্থাটির প্রধান (হিউম্যান রিলিফ ফাউন্ডেশন) বুলেন্ট ইলিদিরিম সরকার পক্ষের টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেনঃ | 1. Den 17 juli berättade Bülent Yıldırım, ledare för Insani Yardim Vakfi [sv], den välgörenhetsorganisation som organiserade den ödesdigra kampanjen Gaza Freedom Flotilla i ett försök att bryta den israeliska blockaden av Gaza år 2010, för en regeringsstödjande TV-kanal: |
9 | ইসরায়েলের নির্মম আচরণের পরিণাম হিসেবে তুরস্কে বসবাসকারী ইহুদি সম্প্রদায়ের ধ্বংস বয়ে আনছে। | Israels bortskämda attityd kan innebära slutet för de judiska grupper som lever i Turkiet. |
10 | অন্যথায় এর চেয়েও আরও খারাপ কিছু ঘটবে… | Annars kommer fler hemska saker att hända… |
11 | তাঁর বক্তব্য টুইট করার পর সেই রাতেই এক দল প্রতিবাদকারী ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের দালান লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। | Senare samma kväll kastade en grupp demonstranter stenar mot den israeliska konsulatbyggnaden i Istanbul och förstörde en impressionistisk staty som saknade koppling till Israel. |
12 | ইসরায়েলের সাথে কোন ধরনের সম্পর্ক নেই এমন একটি অন্তর্মুদ্রাবাহী ভাস্কর্য তারা ভেঙ্গে দিয়েছে। | Polisen använde peppargas, något som annars sällan förekommit i samband med regeringens allmänna behandling av islamiska demonstranter. |
13 | প্রতিবাদকারীদের নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে। | 2. Şamil Tayyar, framträdande parlementsledamot för AKP, lade följande tweet till den antisemitiska röran: |
14 | ইসলামপন্থী প্রতিবাদকারীদের দমন করতে সরকারের খুব সাধারন কৌশল হিসেবে কাঁদানে গ্যাস ব্যবহার করার বিষয়টি বেশ লক্ষণীয়। | Hoppas er ras utplånas av ett flertal nya Hitlar. - Şamil Tayyar (@samiltayyar27) den 17 juli, 2014 |
15 | ২. প্রসিদ্ধ একেপি দলের সংসদ সদস্য, সামিল তাইয়্যার ইহুদি বিদ্বেষ মিশ্রিত নিচের টুইটটি করেছেনঃ | 3. Den 18 juli tweetade Uğur Işılak, en sångare vars sång användes under valkampanjen för Recep Erdoğans regerande AKP-parti, följande meddelanden: |
16 | আশা করছি, অনেক অনেক নতুন হিটলারের অধীনে আপনাদের সম্প্রদায় শীঘ্রই হাওয়ায় মিলিয়ে যাবে। | |
17 | ৩. উগুর ইসিলাক একজন শিল্পী। | Er [Israels] tyranni överskuggar Hitlers. |
18 | রিসেপ এরদোগানের ক্ষমতাসীন একেপি (সুবিচার) দলের নির্বাচনী প্রচারাভিযানে তাঁর গাওয়া গান ব্যবহার করা হয়েছিল। | Från och med nu är ni det sista landet med rätt att yttra er mot Hitler. |
19 | তিনি ১৮ জুলাই তারিখে নিচের বার্তাটি টুইট করেছেনঃ | Gud påminner tyrannen om dess undergång med hjälp av tyranni. |
20 | আপনাদের [ইসরায়েল] ক্ষমতার নির্মম ব্যবহারে হিটলারের ছায়া দেখা যাচ্ছে। | #TerroristsIsrael - Uğur Işılak (@ugur_isilak) den 18 juli, 2014 |
21 | বর্তমানে হিটলারের বিরুদ্ধে কথা বলা দেশ হিসেবে আপনারাই সর্বশেষ। | Man bör misstro humaniteten hos den som kallar den här platsen ett land. |
22 | আল্লাহ তা'আলা জালিমের উপর জুলুম করে তাঁর কর্মফল মনে করিয়ে দেন। #টেরোরিস্টইসরায়েল। | - Uğur Işılak (@ugur_isilak) den 18 juli 18, 2014 |
23 | স্থানটিকে একটি দেশ হিসেবে আখ্যায়িত করা হলে সে মানুষটির মানবতা নিয়ে অন্যদের সন্দেহ প্রকাশ করা উচিৎ। ৪. এরদোগান সমর্থক টেবলয়েড পত্রিকা, ইয়েনি আকিট অবশেষে ১৯ জুলাই তারিখে ধর্মীয় দিক থেকে রক্ষনশীলভাবে সাজান একটি ধাঁধাঁ প্রকাশ করেছে। | 4. Slutligen tycktes ett korsord, publicerat den 19 juli i den religiöst konservativa och Erdoğanstödjande tidningen Yeni Akit vädja till den mest välkände antisemiten av alla om att göra slut på bombningen av Gaza. |
24 | সেখানে গাজায় বোমা হামলা বন্ধ করতে সবার কাছে প্রিয় বিখ্যাত ইহুদি বিদ্বেষী উক্তি ব্যবহার করা হয়েছে। | Chockerande… Turkiska tidningen Akit publicerar korsord med bild på Hitler och nyckelorden “Vi söker efter er” pic.twitter.com/rCfwvxtZxV |
25 | দুঃখজনক…… তুর্কি সংবাদপত্র আকিট হিটলারের ছবি সম্বলিত একটি ধাঁধাঁ প্রকাশ করেছে, যার মূল অর্থ, “আমরা আপনাকে খুঁজছি”। | - Ziya Meral (@Ziya_Meral) den 19 juli 19, 2014 |
26 | সেদিনই পরে কাল সাগরের অর্দু শহরে জনসম্মুখে বক্তব্য রাখার সময় এরদোগান হিটলার এবং ইসরায়েলি সরকারের মাঝে মিল তুলে ধরে সামিল তাইয়্যারের কথাগুলোরই যেন প্রতিধ্বনিত করেছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েলি সরকার বর্বরতার দিক থেকে হিটলারকে “ছাড়িয়ে গেছে”। | Senare samma dag under ett offentligt framträdande i staden Ordu vid Svarta havet, drog även Erdoğan paralleller, likt Şamil Tayyar, mellan Hitler och Israels regering - med påståenden att den senare hade “överträffat” den tidigare vad gällde “barbari” - men uttryckte även sitt missnöje med attacker mor judar bosatta i Turkiet. |
27 | তবে তিনি তুরস্কে বসবাসরত ইহুদিদের উপর আক্রমণ চালাতে অস্বীকৃতি জানিয়েছেন। | |