# | ben | swe |
---|
1 | উত্তর কোরিয়া: গাদ্দাফির নিহত হবার ঘটনা কি কিম ইল জং-কে আতঙ্কিত করেছে? | Nordkorea: Skrämde Gaddafis avrättning Kim Jong-il? |
2 | জো সুং-হা হচ্ছে উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগকারী এক নাগরিক। এখন সে এক সাংবাদিকে পরিণত হয়েছে। | Joo Sung-ha är en nordkoreansk avhoppare som blev journalist och driver en blogg som kallas North Korea RT (Real Talk) [ko]. |
3 | সে একটি ব্লগ চালায়, যার নাম নর্থ কোরিয়া আরটি (রিয়াল টক) [কোরীয় ভাষায়]। মি. | Joo föddes i Nordkorea och har en examen från Kim Il-sung University, ett av Nordkoreas mest prestigefulla universitet. |
4 | জো এর জন্ম উত্তর কোরিয়ায়। সে কিম ইল-সাং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেছে। | Han hoppade av från landet under 1998 och blev fyra år senare en sydkoreansk medborgare. |
5 | সে ১৯৯৮ সালে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসে এবং চার বছর পর সে দক্ষিণ কোরিয়ার নাগরিকত্ব অর্জন করে। | Han publicerar regelbundet långa, detaljerade inlägg om sin erfarenhet från Nordkorea för att ge en sann inblick i eremitriket. |
6 | সে উত্তর কোরিয়ায় যে সব অভিজ্ঞতা লাভ করেছে, মাঝে মাঝে সেসব সম্বন্ধে সে বেশী দীর্ঘ প্রবন্ধ লিখে থাকে, যাতে সবাই এই রাষ্ট্রের অভ্যন্তরে কি কি ঘটছে সে সম্বন্ধে সঠিক তথ্য জানতে পারে। | Detta inlägget [ko] är hans kritik gentemot ett flertal nyhetsrapporter som föreslår att Kim Jong-il, Nordkoreas diktator, blev rädd när han hörde talas om Libyens före detta ledare, överste Gaddafis fall. |
7 | এই পোস্ট [কোরীয় ভাষায়] হচ্ছে তার অজস্র সংবাদের সমালোচনা, যে সব সংবাদে ধারণা দেওয়া হচ্ছে যে উত্তর কোরিয়ার একনায়ক কিম ইল জং, লিবিয়ার প্রাক্তন নেতা কর্ণেল গাদ্দাফির পতনের সংবাদে শঙ্কিত হয়ে উঠেছেন। | |
8 | উভয়ে ছিল বিশ্বের সবচেয়ে কুখ্যাত দুই নির্মম স্বৈরশাসক, তারা দুজনের মধ্যে প্রচুর মিল ছিল এবং ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে তারা দুজন ছিল বন্ধু। | Förutom att de båda är ibland världens mest ökänt brutala diktatorer så delade de många liknande egenskaper [en] och det är allmänt trott att de var vänner [en]. |
9 | গাদ্দাফি এবং কিম ইল জং এর ছবি। বিশ্বের দুই কুখ্যাত স্বৈরশাসক। | Bild på Gaggafi och Kim Jong-il, två av världens mest ökända diktatorer, upplagt på Joos blogg, använd med tillåtelse. |
10 | জো এর ব্লগে এই ছবি পোস্ট করা হয়েছে। অনুমতিক্রমে তা ব্যবহার করা হয়েছে। | Efter Gaddafis fall publicerade varje media åsiktsspalter om att Kim Jong-il skulle chockas av nyheten. |
11 | গাদ্দাফির পতনের পর প্রতিটি প্রচার মাধ্যম মতামত প্রদানকারী প্রবন্ধে ধারণা প্রদান করেছে যে, কিম জং ইল এই সংবাদে শঙ্কিত। | |
12 | কিন্তু আমি মনে করি আসলে তা নয়। | Men det är INTE vad jag tror. |
13 | সে কি এই সংবাদে আতঙ্কিত হয়ে পড়বে? | Skulle han bli förskräckt över nyheten? |
14 | তার কোন সুযোগ নেই। | Inte en chans. |
15 | তার বদলে কিম “ নিজেকে গর্ত থেকে মুখ বের করার এবং থাপ্পড় খাওয়ার জন্য' গাদ্দাফিকে উপহাস করবেন [ অশালীন]। | Faktiskt skulle Kim snarare håna Gaddafi för att ha ‘lagt ut men fått stryk ändå' [slang]. |
16 | স্পষ্ট করে বললে বলতে হবে, ন্যাটোর হস্তক্ষেপের মধ্যে দিয়ে গাদ্দাফির মৃত্যু ঘটেছে, দেশটির অভ্যন্তরে সৃষ্ট কোন বিপ্লবের কারণে নয়। | |
17 | কিমের ক্ষেত্রে, এই একই ধরনের কাজ করা আরো অনেক কঠিন। | I all ärlighet var det NATOs ingripande som drev Gaddafi mot sin död, inte folkrevolutionen inifrån. |
18 | উত্তর কোরিয়ায় জনতার দ্বারা একটা বিপ্লব সৃষ্টি করা, লিবিয়ার চেয়ে শতগুণ কঠিন। | I Kims fall är det mycket svårare, ungefär hundra gånger svårare, för Nordkoreas folk att lyckas med en inrikes folkrevolution. |
19 | এমনকি যদিও জনতা এক বিপ্লবের ডাক দেয়, তাহলে কিমের অনুগত সেনারা খুব সহজেই এই গণজাগরণ দমন করে ফেলবে। | Även om de någonsin gjorde det så kommer hans kungliga armé enkelt att kväsa upproret innan nyheten ens sprider sig till världen. |
20 | এমনকি বিশ্বে এই সংবাদ ছড়িয়ে পড়ার আগে তারা তা সমূলে দমন করে ফেলবে। এর সাথে যোগ করা যেতে পারে, কিম ভালোভাবে বোঝে যে উত্তর কোরিয়ার অভ্যন্তরে কোন বিদেশী শক্তির হস্তক্ষেপ করা সহজ নয়: তার কাছে পারমাণবিক অস্ত্র এবং ২০ লক্ষ সেনা রয়েছে। | Utöver det förstår Kim till fullo att det inte är enkelt för utländsk krigsmakter att ingripa in Nordkoreas interna frågor: han har kärnvapen och två miljoner soldater, han har även stöd från Kina och det finns ingen olja i Nordkorea… Vem är villig att ta risken att attackera Nordkorea när det mest troligt bara leder till problem? |
21 | এছাড়াও চীন তাকে সমর্থন দিয়ে দিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ায় কোন তেলের খনি নেই। | Därför finns det ingen enda anledning till att han skulle bli förskräckt över nyheterna om Libyen. |
22 | তাহলে কে এত ঝুঁকি নিয়ে উত্তর কোরিয়া হামলা চালাতে যাবে, যেখানে এর ফলে সমস্যা ছাড়া আর কিছুই জুটবে না? ফলে এমন ভাবার কারণ নেই যে, লিবিয়ার সাম্প্রতিক সংবাদে সে আতঙ্কিত হয়ে উঠবে। | Hursomhelst är Kim utan tvekan upptagen med att förbereda sig för framtiden: Han borde ha börjat organisera säkerhetsstyrkor, skärpa gränskontroller, blockera alla nyheter från Mellanöstern och stärka sin politiska ställning för att minska all risk för en statskupp osv. |
23 | তবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে, কিম এখন ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। | |
24 | সে এখন নিরাপত্তা বাহিনীকে সংগঠিত করবে, সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ কঠোর করবে, মধ্যপ্রাচ্যের যে কোন সংবাদ আর ছাপাতে দেবে না এবং যে কোন ধরনের অভ্যুত্থানের কাহিনী শোনার সাথে সাথে নিজের রাজনৈতিক শিবিরকে শক্তিশালী করবে, সে ইত্যাদি ইত্যাদি কাজ করবে। | |
25 | কিম জং ইলের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে এখন তার সন্তান, দেশটির উত্তরাধিকারী হবে কি হবে না, অথবা শীঘ্রই তাকে একজন উত্তরাধিকারী খুঁজে বের করতে হবে। | Kim Jong-ils största bekymmer är om hans son, som snart ska efterträda honom, kommer att behålla makten eller inte efter att han dör. |
26 | কিমের মৃত্যুর পর তাঁর সন্তান কিম জং উন, তার সন্তান আরো শক্তিশালী ভাবে ক্ষমতায় আঁকড়ে ধরবে। | Om han [efterträdaren] fortsätter att bete sig såhär så kommer regimen inte ens att bestå i två år. |
27 | আমি মনে করি এই ধরনের সম্ভাবনা সামান্য, যদি সে [ কিমের উত্তরাধিকারী] এই ভাবে চলতে থাকে, তাহলে এই শাসনকাল দুই বছরও টিকবে না। | Så långt som jag kan förutse finns det två scenarion gällande hur den Nordkoreanska regimen kan kollapsa. |
28 | আমি দেখতে পাচ্ছি ভবিষ্যৎ-এ দুই ধরনের দৃশ্য দেখতে পাব, যার মধ্যে দিয়ে উত্তর কোরিয়ার শাসকের হয়ত পতন ঘটতে যাচ্ছে । | |
29 | প্রথম বাস্তবতা: সাধারণ নাগরিক এবং সরকারী কর্মকর্তারা সবাই দুর্নীতিবাজ এবং তারা তাদের কাজকে এত অবহেলা করে যে [ যদি তারা তাদের এই আচরণ চালাতে থাকে ] তাহলে এই শাসন একেবারে গোঁড়া থেকে পচে যাবে এবং এক পর্যায়ে ধ্বংস হয়ে যাবে। | Första scenariot: Vanliga medborgare och regeringstjänstemän är så korrupta och har varit så försumliga inför sina plikter att [om de fortsätter att bete sig som vanligt] regimen blir rutten ända in till kärnan och till slut kollapsar. |
30 | কিন্তু অবশ্যই তার জন্য খানিকটা সময় লাগবে। | Självklart kommer det att ta tid. |
31 | একটা নাম মাত্র পচে যাওয়া সরকার, ততক্ষণ টিকে থাকবে, যদি না অন্য কোন ক্ষমতাশালী এসে তাকে ক্ষমতা থেকে উৎখাত করে। | En rutten regering, även om bara sådan enligt namn, kan fortfarande existera om den inte blir störtad av någon makt. |
32 | দ্বিতীয় বাস্তবতা: সারা দেশ জুড়ে সাধারণ মানুষের বিক্ষোভ আগ্নেয়গিরির মত গর্জে উঠবে অথবা দেশটির অভ্যন্তরে এক ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেবে। | Andra scenariot: Rikstäckande ilska kan uppstå bland vanligt folk eller så kan det bli interna maktkamper. |
33 | কে জানে? | Vem vet? |
34 | অথবা আমরা উত্তর কোরীয় এক আহ জং গিয়ুন বা কিম জোয়ে-কিয়ুক -এর মত সংস্করণ দেখতে পাব [আহ জং কিয়ুক একজন একটিভিস্ট, যিনি জাপানের প্রধানমন্ত্রীকে হত্যা করেছিলেন, যে দক্ষিণ কোরিয়ায় আটক করা হয়, সে দক্ষিণ কোরিয়াকে স্বাধীন করতে চেয়েছিল; কিম জোয় -কিয়ুক, দক্ষিণ কোরিয়া এক সেনা প্রধান যে দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি পার্ক চুং হি কে খুন করে। | Vi kanske får se en nordkoreansk version av Ahn Jung-geun [en] eller Kim Jaw-kyu [en]. [Ahn Joong-gun var en koreansk aktivist som lönnmördade Japans premiärminister, som var på väg att annektera Sydkorea; Kim Jaw-kyu var en sydkoreansk Armégeneral som dödade den före detta sydkoreanska presidenten, Park Chung-hee, som är ihågkommen som både en kompetent ledare och diktator.] |
35 | কিম জোয়েকে একই সাথে এক যোগ্য নেতা এবং একনায়ক হিসেবে স্মরণ করা হয়] | Utöver dessa två scenarion finns ett uppenbart faktum: Kim Jong-il är gammal och att dö så småningom. |
36 | কিন্তু এই দুই বাস্তবতার চেয়ে আলাদা একটা অবশ্যম্ভআবী এক বাস্তবতা রয়েছে। | Den kvarstående frågan är ‘när' och jag tror att det blir ‘ganska snart'. |
37 | এটি হচ্ছে, কিম ইল-জং এখন বৃদ্ধ এবং ঘটনাক্রমে সে মারা যাবে, কিন্তু যে প্রশ্নটি রয়ে যাচ্ছে, তা হচ্ছে কখন। | |
38 | আমি ধারণা করি খুব শীঘ্রই সে মারা যাবে। | Nedräkningen har redan börjat i Nordkorea. |
39 | ইতোমধ্যে উত্তর কোরিয়ার তার দিন গণনা শুরু হয়েছে। | |