Sentence alignment for gv-ben-20120723-29034.xml (html) - gv-swe-20121011-3654.xml (html)

#benswe
1ইয়েমেন: আমাদের লেন্সে ইয়েমেনJemen: Fotoutställning Jemen genom våra linser
2ইয়েমেনি সাংবাদিক এবং ব্লগার আফ্রাহ নাসের সুইডেনের স্টকহোমে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের জন্যে তহবিল সংগ্রহ করতে সামাজিক মিডিয়াকে ব্যবহার করছেন।Den jemenitiska journalisten och bloggaren Afrah Nasser använder sociala media för att samla in pengar för att arrangera en fotoutställning i Stockholm, Sverige.
3তার পরিকল্পনা হলো ইয়েমেনি আলোকচিত্রীদের কাছ থেকে তাদের ইয়েমেনের সমকালীন ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়গুলোকে ধারণ করা, উচ্চমান সম্পন্ন আলোকচিত্র কেনা, স্টকহোমে একটি প্রদর্শনী হল ভাড়া এবং আলোকচিত্রগুলোকে বৈশিষ্ট্যমণ্ডিত ভাবে উপস্থাপন করা।Hon planerar att köpa in fotografier av hög klass från jemenitiska fotografer, vars bilder har fångat viktiga ögonblick i Jemens moderna historia och hyra en utställningslokal i Stockholm där hon tänker ställa ut bilderna.
4আফ্রাহ তার ফেসবুক পৃষ্ঠায় তার প্রদর্শনীটি সম্পর্কে লিখেছেন, তিনি যার নাম দিয়েছেন: “আমাদের লেন্সে ইয়েমেন।”Afrah skrev på sin Facebook-sida om fotoutställningen som hon har döpt till: “Jemen genom våra linser.” Om sina försök att samla in pengar skriver hon så här:
5তার তহবিল-সংগ্রহ প্রচেষ্টা সম্পর্কে তিনি লিখেছেন:“Det här är ett projekt som jag jobbar på för jemenitiskt konstfotografi.
6“ইয়েমেনের আলোকচিত্র শিল্পের জন্যে আমি এই প্রকল্পটি নিয়ে কাজ করছি।Det är en fotoutställning om Jemen av jemenitiska fotografer här i Stockholm.
7এটা এই স্টকহোমে ইয়েমেনি আলোকচিত্রীদের ইয়েমেন সম্পর্কে একটা আলোকচিত্র প্রদর্শনী।Jag använder en webbplats för crowdfunding för att samla in medlen.
8আমি অর্থ সংগ্রহ করার জন্যে একটি গণতহবিলের ওয়েবসাইট ব্যবহার করছি।I princip är det DU som kan få det att ske.
9মূলত:, আপনিই এটা ঘটাতে পারেন।Ingen penninggåva är för liten.
10(মাত্র) ৫ ইউরো একটি বিরাট কিছু করতে পারে।5 euro kan göra stor skillnad.
11অনুগ্রহ করে প্রদর্শনীটিকে এবং ইয়েমেনি আলোকচিত্রীদের সমর্থন করুন।”Snälla, stöd utställningen och de jemenitiska fotograferna.”
12সাহসী ব্লগারের তৈরী এই ভিডিওটি এবং উলুলেতে তার দান করা প্রকল্প ফাইলটি দেখুন।Titta på det här videoklippet av den modiga bloggaren och hennes donationsprojekt file at Ulule.
13ধারণাটি হলো ইয়েমেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার একটি প্রদর্শনী অনুষ্ঠান এবং সম্ভাবনাময় ইয়েমেনি আলোকচিত্রীদের সমর্থন করার জন্যে তহবিল সংগ্রহ করা।Syftet är att samla in medel för att arrangera en utställning för att sprida kunskap om Jemen och stödja nya jemenitiska fotografer.
14আফ্রাহ তার এই প্রদর্শনীটি বাস্তবায়ন করতে সাহায্য করার জন্যে দর্শক-শ্রোতাদের প্রতি আহবান জানিয়েছেন।Afrah vädjar till tittarna att hjälpa henne att förverkliga denna utställning.
15আফ্রাহ বলতে থাকেন:Afrah fortsätter:
16আমি মনে করি এই প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ইচ্ছে থাকা সত্বেও যারা সাধারণতঃ আন্তর্জাতিকভাবে তাদের বার্তা ছড়িয়ে দেয়ার সুযোগ পান না এমন ইয়েমেনি আলোকচিত্রীদের মাধ্যমে ইয়েমেনের বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণভাবে তুলে ধরবে।Jag tycker att projektet är viktigt för det skulle belysa infallsvinkklar på Jemen av jemenitiska fotografer som vanligtvis inte får möjlighet att sprida sitt budskap internationellt som de hade velat.
17আর যেহেতু ইয়েমেনের কঠোর সময় যাচ্ছে, এভাবে একে একপ্রকার সমর্থন করাও হতে পারে।Dessutom, eftersom Jemen genomgår svåra tider, skulle detta kunna vara ett sätt att stödja dem.