# | ben | swe |
---|
1 | “ফিলিস্তিন নামে কোন রাষ্ট্র ছিল না” ? | “Det fanns inget Palestina”? |
2 | ফিলিস্তিন এবং আরব অঞ্চলের কয়েকজন টুইটার ব্যবহারকারী মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করে ‘ফিলিস্তিন নামে কোন রাষ্ট্রের অস্তিত্ব কখনোই ছিল না' - ইসরায়েলিদের বলা এই অতি প্রচলিত উক্তিকে খণ্ডনের চেষ্টা করছেন। | Ett antal Twitteranvändare från Palestina och arabvärlden vänder sig till mikrobloggsidan för att vederlägga den vanligt förekommande, israeliska diskursen att Palestina aldrig existerat. |
3 | সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী গোলডা মেয়ার একবার বলেছিলেন, “ফিলিস্তিনি জনগণ বলে কোন কিছুর অস্তিত্ব নেই”। | “Det finns inget palestinskt folk”, sa den tidigare israeliska premiärministern Golda Meir vid ett tillfälle. |
4 | ২০১১ সালে প্রকাশিত একটি ইউটিউব ভিডিওতে সাবেক ইসরাইলি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড্যানি আয়ালন বলেছিলেন, “১৯৬৭ সালে ফিলিস্তিন নামে কোন আরব জাতি বা রাষ্ট্র ছিল না”। | I en YouTube-video från 2011 säger den tidigare israeliske vice utrikesministern Danny Ayalon: “år 1967 existerade ingen arabisk nation eller stat med namnet Palestina”. |
5 | এরপর তিনি প্রশ্ন রাখেন, “আসলে কি কখনও ছিল?” | Han tillägger: “Gjorde det faktiskt någonsin det?” |
6 | এই উক্তি সম্পর্কে ব্লগার এবং প্রাবন্ধিক জুয়ান কোল লিখেছেনঃ | Bloggaren och essäisten Juan Cole skriver om detta förhållningssätt: |
7 | ইসরায়েলি রটনাগুলোর মধ্যে কারও দেখা অন্যতম একটি সাধারণ জোরালো উক্তি হচ্ছে, “ফিলিস্তিন নামে কোন রাষ্ট্র ছিল না”। | Ett av de vanliga påståendena inom zionistisk propaganda är: “det fanns aldrig ett Palestina.” |
8 | প্রমাণবিহীন এই অদ্ভূত বিবৃতিটি একেবারেই সত্যি নয়। | Detta konstiga påstående är helt enkelt inte sant. |
9 | সিদনের দক্ষিণে এবং সিনাইয়ের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক এলাকা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন নামে পরিচিত হয়ে আসছে। | [Ordet] Palestina har använts under mycket lång tid som hänvisning till det geografiska området söder om Sidon och norr om Sinai. |
10 | | Det finns medeltida, muslimska mynt från ett myntverk i området med “Filastin” (Palestina) präglat på dem. Det finns kvar dagböcker från 1800-talet, skrivna av medlemmar ur lokalbefolkningen, som på besök till t.ex. Damaskus skrev om hur de saknade “Filastin”, d.v.s. Palestina. |
11 | এখানে মধ্যযুগীয় একটি টাকশাল থেকে মুসলিমদের প্রচলিত মুদ্রা তৈরি করা হত। | Han lägger till: |
12 | এই মুদ্রাগুলোর গাঁয়ে “ফিলাস্তিন” (ফিলিস্তিন) নামটি খোদাই করে লেখা থাকত। উনিশ শতকে স্থানীয় কয়েকজন লোকের ডায়রি পাওয়া গেছে। | Om det som hävdas är att det inte existerade en nationalstat vid namn Palestina, åtminstone innan Nationernas förbund skapade den, så är det banalt. |
13 | ডায়েরিগুলোতে উল্লেখ করা ছিল যে তারা দামস্কাসে ঘুরতে এসেছিলেন। | Inga nationalstater existerade innan 1800-talet. |
14 | এটাও লেখা ছিল যে তারা কীভাবে “ফিলাস্তিনে” তথা ফিলিস্তিনে যেতে ব্যর্থ হয়েছেন। | Det fanns inget “Italien” innan 1860. Venedig var österriskiskt, Genua franskt. |
15 | তিনি আরও বলেছেনঃ | Det fanns inget “Tyskland” innan 1870. |
16 | তারা তাদের নিজেদের পক্ষে যা বলছেন তা যদি সত্যি হয়, তবে আসলেই ফিলিস্তিন নামে কোন জাতি বা রাষ্ট্র ছিল না। | En mängd små furstendömen, en del av dem styrda eller influerade av andra makter. |
17 | | Den egyptiske romanförfattaren Ahdaf Soueif startade hashtaggen there_was_no_Palestine (“det fanns inget Palestina”) den 15 april och bad användare att bidra med bilder från livet i Palestina innan hundratusentals palestinier tvingades bort från sin mark och sina byar år 1948: |
18 | পরবর্তীতে বন্ধ হয়ে যাওয়া লীগ অব নেশন্স নিদেনপক্ষে এই রাষ্ট্রটি সৃষ্টি করার আগে এটার কোন অস্তিত্ব ছিল না। | Startar hashtaggen #there_was_no_Palestine för att samla bilder från stadsliv i Palestina innan 1948 @arwa_th @muiz @RanaGaza @benabyad @PalFest |
19 | উনিশ শতকের আগ পর্যন্ত কোন জাতি বা রাষ্ট্রেরই অস্তিত্ব ছিল না। | - Ahdaf Soueif (@asoueif) den 15 april, 2014 |
20 | ১৮৬০ সালের আগে “ইতালির” কোন অস্তিত্ব ছিল না। | Det dröjde inte länge innan bilderna började strömma in. |
21 | ভেনিস ছিল জেনোয়া ফ্রেঞ্চ অষ্ট্রিয়ার একটি অংশ। | #there_was_no_Palestine #Map. |
22 | ১৮৭০ সালের আগে “জার্মানি” নামে কোন রাষ্ট্র ছিল না। | Min farfars exemplar av en brittisk atlas 1939. |
23 | উনিশ শতকের আগে অনেক গুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল। | #Beirut #Jaffa #Jerusalem #Damascus pic.twitter.com/mnBr8mS7DW |
24 | এসব রাজ্যের কয়েকটি আবার অন্য রাজ্যের শাসনাধীন বা প্রতাপের অধীন ছিল। | - Areej Saeئb (@meetareej) den 16 april, 2014 |
25 | মিশরীয় ঔপন্যাসিক আহদাফ সৌফ গত ১৫ এপ্রিল তারিখে ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না শিরোনামে একটি হ্যাশট্যাগের ব্যবহার শুরু করেছেন। | #there_was_no_Palestine ID-kort för tysk judisk flicka bosatt i Haifa1940, stämplat”STATEN PALESTINA” Ahmed mrowat pic.twitter.com/oq4gcOdvrq |
26 | তিনি ব্যবহারকারীদের প্রতি ১৯৪৮ সালের আগে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে তাদের ভূমি এবং গ্রাম থেকে জোরপূর্বক উচ্ছেদ করার সময় তখনকার ফিলিস্তিনের জনগণের বিভিন্ন ছবি হ্যাশট্যাগটিতে পোস্ট করার আহ্বান জানিয়েছেনঃ | - Arwa Adeeb (@arwa_th) den 19 april, 2014 #there_was_no_Palestine Arabiska kvinnoföreningen i Ramallah1928 الإتحاد النسائي العربي في رام الله bild från ahmed mrowat pic.twitter.com/pMckUjDKmN |
27 | ১৯৪৮ সালের পূর্বে ফিলিস্তিনিদের শহুরে জীবনের বিভিন্ন ছবি সংগ্রহ করতে ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না শিরোনামে একটি হ্যাশট্যাগ চালু করা হয়েছে। | - Arwa Adeeb (@arwa_th) den 15 april, 2014 Gränskontroll mellan libanon och palestina på 1930-talet, så #there_was_no_Palestine (“det fanns inget Palestina”)? pic.twitter.com/On35Tbuo2u |
28 | হ্যাশট্যাগটি চালু করার কিছু সময় পরেই এটিতে ছবি দেয়া শুরু হয়। | - Elias Khoury (@eliaskhz) den 16 april, 2014 |
29 | #ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না #মানচিত্র। | Palestinskt mynt från 1927 |
30 | আমার দাদার সংগৃহীত ১৯৩৯ সালের ব্রিটিশ মানচিত্রের কপি। | Laure Dakkash i Palestinas radiohus, Yafa, 1943. |
31 | #ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না এটি ১৯৪০ সালে হাইফাতে বসবাসকারী একজন ইহুদি জার্মান মেয়ের পরিচয়পত্র। | Från @arwa_th Ahmad Mruwwats arkiv #there_was_no_Palestine pic.twitter.com/3Ii7JODAdI |
32 | সেখানে সিলমোহরে লেখা আছে “ফিলিস্তিন রাষ্ট্র”। | - Ahdaf Soueif (@asoueif) den 15 april, 2014 |
33 | #ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না ১৯২৪ সালে রামাল্লার নারীদের আরব ইউনিয়ন। ত্রিশের দশকে লেবানন এবং ফিলিস্তিনের মধ্যকার চেকপয়েন্ট। | Gammal palestinsk tidning Så hur kan ni säga: #there_was_no_Palestine (“det fanns inget Palestina”)?!! pic.twitter.com/dekDUBDdWo |
34 | অতএব #ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না ? | - Yazeed Aldigs (@YAldigs) den 19 april, 2014 |
35 | ১৯২৭ সালের ফিলিস্তিন মুদ্রা ১৯৪৩ সালে ফিলিস্তিন সম্প্রচার কেন্দ্র ইয়াফাতে লরে দাক্কাস। | #there_was_no_Palestine-samlingen http://t.co/dkhu4Yg6TD ett bröllop i #Ramallah, #Palestine 1900 pic.twitter.com/IqtQ99Px1o |
36 | @আরওয়া_থ আহমেদ ম্রোওয়াতের সংগ্রহশালা অবলম্বনে। | - Haitham Sabbah (@sabbah) den 19 april, 2014 |
37 | পুরাতন ফিলিস্তিনি পত্রিকা। তাহলে আপনারা কি করে বলেন, ফিলিস্তিন_নামের_কোন_ রাষ্ট্র_ছিল_না ? | Användaren Ali Hussein El Helou valde att dela en video av en fotbollsmatch mellan Australien och Palestina år 1939. |
38 | রামাল্লায় একটি বিয়ের অনুষ্ঠান। | Fotbollsmatch Australien - Palestina (1939): http://t.co/7cIf2PjXWi via @YouTube |
39 | ব্যবহারকারী আলি হুসেন আল হেলু ১৯৩৯ সালে অস্ট্রেলিয়া এবং ফিলিস্তিনের মাঝে হওয়া একটি ফুটবল খেলার একটি ভিডিও শেয়ার করেছেন। | |
40 | অস্ট্রেলিয়া বনাম ফিলিস্তিনের ফুটবল খেলা (১৯৩৯): | - ALI HUSSEIN EL HELOU (@ALIHUSSEINELHEL) den 21 april, 2014 |
41 | হাইথাম সাব্বাহ ১৯০০ সালেরও আগের ফিলিস্তিনি জীবনের আরও বেশ কিছু ছবির জন্য ছবির একটি তালিকা সংকলন করেছেন। | Om du vill se fler bilder kan du besöka Haitham Sabbahs samling av bilder från livet i Palestina daterade så tidigt som 1900. |