Sentence alignment for gv-ben-20120318-23577.xml (html) - gv-swe-20120315-2079.xml (html)

#benswe
1রাশিয়া: ৭৫-এ পা দিলেন মহাকাশচারী প্রথম নারীRyssland: Första kvinnan i rymden fyller 75 år
2আন্তর্জাতিক নারী দিবসের ঠিক একদিন আগেই প্রথম মহাকাশচারী নারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা তার ৭৫তম জন্মদিন পালন করলেন।Bara dagar innan världen firade Internationella kvinnodagen i förra veckan, firade Valentina Tereshkova - den första kvinnan i rymden - sin 75:e födelsedag.
3দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রকেট ভিত্তিক মিসাইল প্রযুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মহাকাশে অভিযাত্রার প্রতিযোগিতা শুরু হয়েছিল।
4তবে ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়নের কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক' এর যাত্রা শুরুর আগ পর্যন্ত এই প্রতিযোগিতা ঘটা করে শুরু হয় নি।Trots att rymdkapplöpningens ursprung går att spåra till åren strax efter andra världskrigets slut, då USA och Sovjetunionen började utveckla raketbaserad missilteknologi, började den inte officiellt förrän Sovjetunionen sände upp en artificiell satellit kallad Sputnik år 1957.
5১৯৬১ সালে প্রথম মানুষ হিসেবে ইউরি গ্যাগারিন মহাকাশে গিয়েছিলেন।Jurij Gagarin blev den första människan i rymden år 1961, då han flög skeppet Vostok 1 (det ryska ordet för “öster”).
6তিনি ভোস্টোক ১ (ইস্ট-এর রাশিয়ান শব্দ) এর পাইলট হয়ে মহাকাশে যান।Några år senare sköts Vostok 6 upp och Valentina Tereshkova blev den första kvinnan att resa ut i rymden.
7এর কয়বছর পরে, ভোস্টোক ৬ মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে। প্রথম মহিলা হিসেবে তেরেস্কোভা এটিতে চড়ে মহাকাশে যাবার গৌরব অর্জন করেন।Bloggen “Engineering Pathway” skrev förra året om årsdagen av Valentina Tereshkovas rymdfärd och betonade [en] det faktum att hon, då hon återvände till jordatmosfären, hade loggat mer flygtid än alla hennes amerikanska motsvarigheter sammantaget:
8গত বছর ইঞ্জিনিয়ারিং পাথওয়ে ব্লগ তেরেস্কোভার মহাকাশ অভিযানবার্ষিকীর দিনে মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময়কালীন ঘটনাগুলো তুলে ধরে।Idag i historien - Den 16:e juni 1963 blev Valentina Tereshkova den första kvinnan i rymden ombord på Sovjetunionens Vostok 6. Tereshkova vistades tre hela dygn i rymden, vilket då var mer än den sammanlagda flygtiden för samtliga amerikanska astronauter. […]
9উল্লেখ্য, তেরেস্কোভা আমেরিকান প্রতিযোগীর চেয়ে বেশি সময় মহাকাশে ছিলেন: ইতিহাসের আজকের দিনে- জুন ১৬, ১৯৬৩।Tereshkova har mottagit ett flertal medaljer och utmärkelser, inklusive två Leninordrar, hederstiteln Sovjetunionens hjälte, FN:s guldmedalj för fred, bemärkelsen Simba International Women's Movement Award, samt Joliot-Curie-guldmedaljen.
10ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্রথম নারী অভিযাত্রী হিসেবে মহাকাশে যান।År 2000 benämndes hon “Århundradets kvinna” av International Women of the Year Association.
11তিনি সোভিয়েত ইউনিয়নের মহাকাশযান ভোস্টোক ৬-এ চড়ে গিয়েছিলেন। এই সময়ে তেরেস্কোভা তিনদিন মহাশূন্যে ভেসে ছিলেন।Bloggen “Woman of the Week” (“veckans kvinna”) - en publikation ägnad åt att hedra de som lämnat betydande bidrag till ingenjörskonst eller vetenskap - gav en insikt [en] i Tereshkovas bakgrund:
12এটা আমেরিকান মহাকাশচারীদের মোট সময়ের চেয়েও বেশি সময়। […]Valentina Vladimirovna Tereshkova föddes den 6 mars 1937 i Bolshoye Maslennikovo i Yaroslavl-provinsen i Sovjetunionen.
13তেরেস্কোভা বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন।Hennes far, Vladimir Aksyenovich Tereshkov var traktorförare och hennes mor, Elena Fedorovna, arbetade i en textilfabrik.
14এর মধ্যে রয়েছে: দুটি অর্ডার অব লেনিন, হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন, ইউনাইটেড নেশন গোল্ড মেডেল অব পিস, সিমবা ইন্টারন্যাশনাল উইমেন'স মুভমেন্ট অ্যাওয়ার্ড এবং জুলিয়ট-কুরি গোল্ড মেডেল।
15২০০০ সালে ইন্টারন্যাশনাল উইমেন অব দ্য ইয়ার অ্যাসোসিয়েশন তাকে “গ্রেটেস্ট উইমেন অ্যাচিভার অব দ্য সেঞ্চুরি” অ্যাওয়ার্ডে ভুষিত করে।
16উইমেন অব দ্য উইক ব্লগ প্রকৌশল এবং বিজ্ঞানে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে একটি প্রকাশনা প্রকাশ করে।
17সেখানে তেরেস্কাভার জীবনের নানা তথ্য দেয়া হয়েছে:Hon hade en yngre bror och en äldre syster.
18ভ্যালেন্টিনা ভ্লদিমিরোভনা তেরেস্কোভা সোভিয়েত ইউনিয়নের ইয়ারেসলাভল অবলাস্টয়ের বোলশোয়ি মাসলেন্নিকোভো এলাকায় ১৯৩৭ সালের ৬ মার্চে জন্মগ্রহণ করেন।
19তার বাবা ভ্লাদিমির আক্সয়েনোভিচ তেরোস্কোভ ছিলেন একজন ট্রাক ড্রাইভার। মা ইলিনা ফেডোরোভনা ছিলেন একটি টেক্সটাইল কারখানার কর্মী।Valentinas far Vladimir rapporterades som saknad i strid under det finska vinterkriget år 1939-1940, så Valentina och hennes syskon uppfostrades av hennes mor.
20এক ভাই, এক বোন ছিল তার। বোন বড় আর ভাইটি তার ছোট ছিল।På grund av det andra världskriget började Valentina inte skolan förrän hon var 8 år gammal.
21ভালেন্টিনার বাবা ভ্লাদিমির ১৯৩৯-৪০ সালে ফিনো-রাশিয়ার যুদ্ধে গিয়েছিলেন। সেখান থেকে আর ফিরে আসেন নি।Vid 17 års ålder måste hon lämna skolan för att arbeta på en textilfabrik för att hjälpa till att försörja familjen, men hon fortsatte dock sin utbildning via korrespondens.
22তাই ভ্যালেন্টিনা এবং তার ভাই-বোনেরা মায়ের কাছেই বড় হন।Valentina lärde sig hoppa fallskärm genom en organisation knuten till det sovjetiska luftvärnet i hennes hemstad (Yaroslavl).
23দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ভ্যালেন্টিনা ৮ বছর বয়স পর্যন্ত স্কুলে যেতে পারেন নি।Hon gjorde sitt första hopp år 1959 och bildade en fallskärmsklubb på textilfabriken där hon arbetade. […]
24পরিবারকে সাহায্য করার জন্য ১৭ বছর বয়সে তিনি স্কুল ছেড়ে দিয়ে একটি টেক্সটাইল মিলে কাজ নেন।
25কাজের পাশাপাশি তিনি করেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে পড়ালেখা চালিয়ে যান।My Mail.ru-användaren Irina citerade [ry] generallöjtnant Nikolai Kamanin då han redogjorde för Tereshkovas flygtur:
26ভ্যালেন্টিনা তার নিজ শহরে (ইয়ারেসলাভল) সোভিয়েত এয়ার ফোর্সের একটি সহযোগী প্রতিষ্ঠান থেকে স্কাই ড্রাইভ শেখেন।
27১৯৫৯ সালে তিনি প্রথমবারের মতো জাম্প দেন।“Jag talade med Tereshkova några gånger.
28তিনি যে টেক্সটাইল মিলে কাজ করতেন, সেখানে একটি প্যারাসুট ক্লাব প্রতিষ্ঠা করেন। […]Det verkade som om hon var trött men inte ville medge det. […] Vi såg på TV-kameran och såg att hon sov.
29মাই মেইল ডট আরইউ ব্যবহারকারী ইরিনা জেনারেল লেফটেন্যান্ট নিকোলাই কামানিন তেরেস্কোভার ফ্লাইট নিয়ে যে তথ্য দিয়েছেন সেটা উদ্বৃত [রাশিয়ান ভাষায়] করেছেন:
30” আমি তেরেস্কোভার সাথে কয়েকবার কথা বলেছি।Jag väckte henne och pratade med henne om landningen hon skulle behöva genomföra manuellt.
31মনে হয়েছে, সে খানিকটা ক্লান্ত। তবে, সে এটা স্বীকার করতে চায় নি।[Det var svårigheter med farkostens orientering och vi var alla mycket oroliga]. […]”
32[…] আমরা টেলিভিশন ক্যামেরায় দেখলাম যে তিনি ঘুমিয়ে আছেন। আমি তাকে জাগালাম।Irina kommenterade därefter Tereshkovas vistelse i rymden såväl som landningen i Ryssland:
33তার সাথে মাটিতে অবতরণ করা নিয়ে কথা বললাম। সে এটা নিজ হাতেই করতে চেয়েছিল।Trots illamående och fysiskt obehag fullbordade hon 48 omlopp runt jorden och tillbringade nära 3 dygn i rymden.
34[মহাকাশযানের সার্বিক পরিস্থিতির সাথে পরিচিতি করানো ছিল খুবই জটিলতাপূর্ণ।Hon förde dagboksanteckningar och tog bilder av horisonten som senare användes för att påvisa aerosollager i atmosfären.
35এটা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন ছিলাম]। […]”
36এরপরে ইরিনা তেরেস্কোভার মহাকাশে থাকার সময়কালের ঘটনার সাথে সাথে রাশিয়ার মাটিতে অবতরণ নিয়েও মন্তব্য করেছেন:
37তিনি বমি বমি ভাব ও শারীরিক অসুবিধা সত্ত্বেও ৪৮ বার পৃথিবী প্রদক্ষিণ করেন এবং তিনদিন মহাকাশে অবস্থান করেন।
38তিনি মহাকাশে যা ঘটছে, সেসব লিখে রাখতেন। ক্যামেরায় দিগন্তরেখার ছবি নিতেন।Vostok 6 landade utan problem i Baevski-regionen i Altai-territoriet, ungefär 620 kilometer nordöst om Karaganda. […]
39এগুলো পরে বায়ুমণ্ডলে অ্যারোসল লেয়ার চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়েছে।Tershkova själv citerades sedan medan hon diskuterade hur det kändes att se planeten jorden försvinna bort i fjärran:
40কারাগান্ডা থেকে ৬২০ কিলোমিটার উত্তরপূর্ব দিকে বায়েভস্কি এলাকার আলটাইতে ভোস্টোক ৬ নিরাপদে অবতরণ করে। […] মিস তেরেস্কোভা পরে এক আলোচনায় নিজ অভিজ্ঞতার কথা বলেছেন, ক্রমশ: দূরে দূরে যেতে কীভাবে পৃথিবী আবছা হয়ে যাচ্ছিল:“När jag sköts iväg var mina tankar fyllda av stum skräck - vilket jag slutligen erkände 44 år senare - jag såg sjön nedanför och min första tanke var: “Herren har sänt en kvinna som kommer att återfödas i vattnet!”
41” যখন আমাকে ছোঁড়া হলো, আমি ভেবেছিলাম আমি ভৌতিক নিরবতার মধ্যে প্রবেশ করবো। যা আমি চূড়ান্তভাবে ৪৪ বছর পরে পেয়েছি।Bloggen “Woman of the Week” diskuterade mer detaljerat den fysiska och psykiska påfrestelse de tre dygnen i omlopp medfört för Tereshkova:
42নিচে জলাশয় দেখে আমার প্রথম ধারণা হয়েছিল, “ঈশ্বর একজন নারীকে পাঠিয়েছেন যে পানি থেকে পুনরুদ্ধার করবে!”Flygturen var inte utan svårigheter; farkosten var inte korrekt orienterad och färdriktningen måste rättas till, men tyvärr tog det henne ett dygn att övertyga markkontrollen om detta.
43উইমেন অব দ্য উইক ব্লগ তেরেস্কোভা যে তিনদিন মহাকাশে ছিলেন সে সময়কার তার শারীরিক এবং মানসিক অবস্থা কেমন ছিল সেটা বিস্তারিতভাবে জানিয়েছে:
44ফ্লাইট সহজ কোনো ব্যাপার ছিল না।Valentina blev illamående och kräktes under flygturen.
45মহাকাশচারীদের ভুলভাবে শেখানো হয়েছিল, এবং তা শুধরানোর দরকার হয়ে পড়েছিল। দুর্ভাগ্যজনকভাবে তার গ্রাউন্ডের নিয়ন্ত্রণ নিতে একদিন সময় লেগেছিল।För att minska vad markkontrollen såg som rymdsjuka instruerades Valentina att sitta kvar fastspänd i sin stol under de tre dygn som färden varade.
46ফ্লাইটে থাকা অবস্থায় তার পেট খারাপ হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে।Då hon äntligen landade fick hon ett slag på näsan som gav henne ett rejält blåmärke.
47গ্রাউন্ডের নিয়ন্ত্রণ কমে যাওয়ায় সে আসলে মহাকাশে অসুস্থ হয়ে পড়েছিল।Under den propagandaturné som följde måste hon bära ett tjockt lager smink för att dölja blåmärket.
48ভ্যালেন্টিনা জানিয়েছেন, তিনি মহাকাশে তিনদিনই তার চেয়ারের সাথে শক্তভাবে আটকে ছিলেন।Bloggen “Polly's Piece of Peace” diskuterade i ett inlägg år 2011 Tereshkovas liv efter den historiska färden:
49তাছাড়া চূড়ান্তভাবে মাটিতে অবতরণ করার সময় তিনি নাকে আঘাত পান।Efter sin banbrytande färd fick hon hedersomnämnandet Sovjetunionens hjälte och utmärkelsen Leninordern.
50যা থেকে নাকে গভীর কালশিটে দাগ পড়ে।Hon studerade vid Zhukovskiy Military Air Academy och utexaminerades år 1969.
51এই মহাকাশযাত্রার প্রোপাগান্ডার জন্যই তিনি নাকের কালশিটে দাগ ঢাকতে কড়া মেকাপ নিতেন।
52২০১১ সালে পলিস পিস অব পিস ব্লগ-এর একটি পোস্টে মিস তেরেস্কোভার সেই ইতিহাসময় ফ্লাইটটি নিয়ে আলোচনা করা হয়:
53তার নেতৃত্বস্থানীয় ফ্লাইটের পর তিনি সোভিয়েত ইউনিয়নের হিরোর খেতাব পান।
54তাকে অর্ডার অব লেনিন দিয়েও সম্মানিত করা হয়।Tereshkova höll också flera poster i den sovjetiska regeringen och kommunistpartiet.
55তিনি জেহুকোভস্কি মিলিটারি এয়ার একাডেমি থেকে ১৯৬৯ সালে স্নাতক হয়েছেন।
56তাছাড়া তেরেস্কোভা সোভিয়েত সরকার এবং কমিউনিস্ট পার্টির বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেছেন।
57ইউএসএসআর-এর মূখপাত্র ছিলেন তিনি। তিনি শান্তির জন্য জাতিসংঘের গোল্ড মেডেল পেয়েছেন।Som taleskvinna för Sovjetunionen mottog hon, bland en mängd internationella utmärkelser, FN:s guldmedalj för fred samt Vänskapsordern från ryske presidenten Medvedev förra april.
58এসব আন্তর্জাতিক পুরস্কারের পাশাপাশি তিনি গত এপ্রিলে রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভের কাছ থেকে অর্ডার অব ফ্রেন্ডশিপ পুরস্কার পেয়েছেন।
59তিনি সহযোগী এক মহাকাশচারীকে বিয়ে করেছিলেন। তিনি মহাকাশ ভ্রমণের সময় তার প্রথম সন্তান জন্ম দিয়েছিলেন।Under ett kort äktenskap med en kosmonautkollega födde hon det första barnet till föräldrar som rest i rymden: en dotter, som senare blev läkare.
60মেয়ে ছিল সে। পরে সে ডাক্তার হয়েছিল।Valentina Tereshkova, medlem av den första besättningen kosmonauter, tilldelades utmärkelsen Vänskapsordern.
61প্রথম মহাকাশচারী স্কোয়াডের সদস্য ভ্যালেন্টিনা তেরেস্কোভা অর্ডার অব ফ্রেন্ডশিপ খেতাবে ভুষিত হয়েছেন।
62এপ্রিল ১২, ২০১১।Den 12 april 2011.
63ছবি কৃতজ্ঞতা: www.kremlin.ru (সিসি বিওয়াই ৩.Bild från: www.kremlin.ru (CC BY 3.0)
64০) মিস তেরেস্কোভাকে নিয়ে ২০১১ সালের পোস্টটি রাসেল ফিলিপস সমাপ্তি টেনেছেন তার জীবনের কিছু কথা দিয়ে।Russell Phillips blogg avslutade ett inlägg om Tereshkova år 2011 med en kort summering av hennes liv, inklusive hennes önskan att resa till Mars:
65সেখানে তার মঙ্গল অভিযানের ইচ্ছার কথাও আছে:Då Tereshkova slutade skolan för att börja arbeta vid 16 års ålder fortsatte hon sin utbildning via korrespondenskurser.
66১৬ বছর বয়সে তেরেস্কোভা যখন স্কুল ছেড়ে দিয়ে কাজে যোগ দিলেন, তখনও তিনি করেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে পড়ালেখা চালিয়ে গেছেন।
67১৯৬৯ সালে জেহুকোভস্কি মিলিটারি এয়ার একাডেমি থেকে ডিসটিংশন-সহ স্নাতক করেছেন।Hon utexaminerades med beröm godkänt från Zhukovskiy Military Air Academy år 1969 och tog en teknologie doktorsgrad år 1977.
68১৯৭৭ সালে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরেট করেছেন। তিনি তার ৭০তম জন্মদিনে বলেছেন, তিনি মঙ্গলে যেতে চান, সেটা ওয়ান-ওয়ে ট্রিপ হলেও।Medan hon firade sin 70:e födelsedag sa hon att hon gärna skulle flyga till Mars, även om det var fråga om en enkelresa.