Sentence alignment for gv-ben-20120410-24651.xml (html) - gv-swe-20120415-2378.xml (html)

#benswe
1বাংলাদেশ: রাজধানীতে বস্তি উচ্ছেদ মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছেBangladesh: Vräkning från slummen i huvudstaden orsakar en humanitär katastrof
2বুধবারে (৪ এপ্রিল, ২০১২), বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম এক বৃহৎ বস্তি করাইলের বাসিন্দাদের উচ্ছেদ করা হয়। গুলশান লেককে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান চালায়।I onsdags (den 4 april, 2012) blev de boende i slumområdet Karail, ett av de största i Bangladesh huvudstad, vräkta av myndigheterna för att avlägsna landsockupanterna från Gulshan Lake.
3এর আগের দিন মাইকিং করে বস্তিবাসীদের স্বল্পসময়ের নোটিশে বস্তি থেকে চলে যেতে বলা হয়, যার ফলে অনেকেই ঠিকমত এই নোটিশ সম্বন্ধে জানতে পারেনি। বিটিসিএল এক দিনের কম সময়ের নোটিশে করাইল এবং অন্যান্য বস্তির হাজার হাজার স্থাপনা, যার মধ্যে বাড়ি এবং দোকান রয়েছে, সেগুলো ভেঙ্গে ফেলে।Invånarna fick beskedet med kort varsel via mikrofoner en dag innan, och många kan ha missat det. Tusentals hus och butiker revs med mindre än en dags varsel på ett 32 hektar stort område tillhörande Bangladesh Telecommunications Company Ltd (BTCL) i Karail och andra slumområden i Dhaka.
4একজন বস্তিবাসী দাবী করেছেন যে যখন বুলডোজার বস্তির ঘর গুঁড়িয়ে দেয়, তারপর থেকে তার চার বছরের মেয়েটি নিঁখোজ রয়েছে।En sluminvånare hävdar att hennes fyraåriga dotter har varit försvunnen sedan bulldozers kom och skövlade skjulen.
5দি ইনক্রিমেন্টাল হাউজ এই ব্যয়বহুল বস্তির উপর করা গবেষণা বিষয়ক লেখা পোস্ট করেছে:The Incremental House har publicerat en fallstudie om det omfattande slumområdet:
6পুরো বস্তি যেন এক প্রতিরোধ।Hela bosättningen är en motsättning.
7এটা অন্য আরেকজনের ভূমিতে গড়ে উঠেছে।Den står på någon annans mark.
8দৃশ্যত, গুলশান এবং বনানীর যে সব সম্পদশালী ভবন দ্বারা এটি ঘিরে রয়েছে, তার সাথে এর তেমন একটা পার্থক্য নেই।Den skulle inte kunna vara mer olik de luxuösa fastigheterna Gulshan och Banani som omger den.
9এর চারপাশে পানি।Vattnet avgränsar den.
10কাজে যাওয়া-আসার জন্য এর বাসিন্দারা নৌকার বন্দোবস্ত করেছে।Invånarna har etablerat ett heltäckande formellt transportnätverk med båtar som kör människor till och från deras arbeten. [..]
11[..] এটা বেশ সুন্দর পরিকল্পিতভাবে গড়ে উঠেছে, তাহলে কি এটা প্রতিরোধের কোন জায়গা তৈরী করে?Det är ganska tydligt planerat, gör det platsen till en motsättning?
12কোথা থেকে এই বস্তি পানি এবং বিদ্যুৎ পায়?Var får de vatten och elektricitet från?
13পানিতে ভাসমান পাইপের সাথে নৌকার সংঘর্ষ ঘটে।Båtarna skaver mot vattenledningarna som flyter i vattnet.
14এই সমস্ত পাইপ বনানীর মূল পাইপের সাথে যুক্ত।Dessa ledningar är anslutna till huvudledningarna i Banani.
15কেউ একজন এসবকে নিয়ন্ত্রণ করে।Någon kontrollerar detta.
16পানির উপর দিয়ে বিদ্যুত-এর লাইন চলে গেছে, এবং আবার এগুলো মূল লাইনের সাথে গিয়ে মিশেছে।Elektricitet är dragen över vattnet, även där har man anslutit till huvudledningen.
17করাইল বস্তিকে ঘিরে ধনী এবং দরিদ্রের সহাবস্থানের একটি সংক্ষিপ্ত ভিডিও এখানে প্রদান করা হল (যা আপলোড করেছে লিজস্কার্ফ):Här är ett kort videoklipp (uppladdat av lizscarff) som visar glimtar av hur rika och fattiga lever i samexistens i omgivningarna kring slumområdet Karail:
18আমি আমার বাংলা ব্লগে এই উচ্ছেদের প্রেক্ষাপট সম্বন্ধে লিখেছিলাম [বাংলা ভাষায়] :I min blogg på bangla har jag skrivit om bakgrunden till vräkningen:
19গত বছর ২০শে সেপ্টেম্বর রাজউক এরকম স্বল্প নোটিসে আরেকটি উচ্ছেদ অভিযান চালায় সেখানে।Den 20 september förra året genomförde RAJUK (bostadsmyndigheten) ytterligare en vräkningskampanj med kort varsel.
20পুলিশ আর পাড়ার মাস্তানদের দ্বারা ১২০টিরও বেশী পরিবার উচ্ছেদ করা হলেও পরে তারা আবার এসে বাসা করে।Polisen tvingade bort 120 familjer och rev deras hem, men de kom tillbaka igen senare. 2008 skickade PWD (byggnadsdepartementet) först ett vräkningsberv till sluminvånarna.
21গত ২০০৮ সালে প্রথম পিডাব্লিউডি উচ্ছেদের নোটিশ পাঠালে আইন ও শালিস কেন্দ্র পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানবাধিকার লঙ্ঘন এই বলে হাইকোর্টে একটি স্টে অর্ডার নেয়।Den ideella organisationen Ain O Shalish Kendro företrädde dem och lyckades få tillstånd för dem att stanna, då domstolen beslöt att en vräkning utan återutplacering är ett brott mot mänskliga rättigheter.
22সেই মামলার বিভিন্ন শুনানীতে পুনর্বাসনের কথা বলা হয় তবে গত জানুয়ারীতে হাইকোর্ট সরকারকে আদেশ দেয় দুই মাসের মধ্যে এই বেদখলকৃত জমি উদ্ধার করতে - তবে সেখানে পুনর্বাসনের কোন কথা বলা হয় নি।Frågan om återutplacering diskuterades vid olika stadier av rättegången. Men i januari beslöt domstolen att avlägsna landockupanterna från markområdena och återge dem till ägarna (myndigheterna), men ingenting nämndes om återutplacering av de boende.
23Mer än 30 procent av de boende i Karail-slummen är dagarbetare, 20 procent drar rickshaw eller andra kärror, 18 procent arbetar i klädindustrin och 12 procent är småhandlare.
24করাইল এলাকার এইসব ভূমিহীন বস্তিবাসীর ৩০ ভাগ দিনমুজুর, ২০% রিক্সা-ভ্যান চালায়, ১৮% গার্মেন্টস কর্মী ও ১২% ছোট ব্যবসা করে। তাদের মাসিক আয় ২৫০০-৪৫০০ টাকা এবং স্থানীয় মান্তানদের ৮০ স্কয়ার ফিটের ঘর ভাড়া দিতে হয় ৮০০-১২০০ টাকা।En genomsnittlig familj tjänar bara 2 500 till 4 500 BD Taka (ca 200-350 kronor) i månaden och de måste betala inflytelserika lokala personer 800 till 1 200 BS Taka (70-100 kronor) i hyra för ett 8 m² olagligt litet skjul.
25নিজেদের দাবী তুলে ধরার জন্য করাইল বস্তির বাসিন্দারা এক মানববন্ধনে অংশ গ্রহণ করেছে।Boende i Karail-slummen deltar i en mänsklig kedja för att uttrycka sin krav.
26ছবি ফিরোজ আহমেদের।Bild av Firoz Ahmed.
27কপিরাইট ডেমোটিক্সের (১৮/২/২০১২)Copyright Demotix (18/2/2012)
28বস্তির এই সব বাসিন্দাদের পুর্নবাসনের ব্যবস্থা না করে তাদের উচ্ছেদের এই পরিকল্পনার বিষয়ে জুলকারনাইন প্রশ্ন করেছে [বাংলা ভাষায়] :Julkarnain ifrågasätter [bn] vräkningen utan planer för återplacering av dessa människor:
29আমাদের মানবিক বিবেচনা কী দিন দিন হারিয়ে যাচ্ছে?Håller vi på att förlora vår mänsklighet?
30নাকি বিবেচনার গলা টিপে রোবোটিক হয়ে উঠছি প্রতিনিয়ত আমরা?Eller förtrycker vi vår medkänsla och blir till robotar?
31এমনিতেই শহরে প্রচুর ভাসমান লোক এখানে সেখানে বসবাস করে।Staden är full av marklösa fattiga.
32তার সাথে যদি এরা যুক্ত হয় তাহলে শহরের না কোনও সৌন্দর্য বর্ধন হবে না আইন-শৃংখলা পরিস্থিতির কোনও উন্নয়ন সাধন হবে।Om dessa människor bildar stora grupper av hemlösa så blir staden förfulad och ordningen och brottsligheten försämras.
33বস্তিবাসীরা এর প্রতিবাদে মানববন্ধনের সৃষ্টি করে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বন্ধ করে দেয়, যার ফলে রাস্তায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।Sluminvånarna protesterade genom att bilda en mänsklig kedja och blockera viktiga vägar i huvudstaden vilket ledde till kaos på vägarna.
34বুধবারে গুলশান মহাখালী সংযুক্ত সড়কে তিন ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয় , যার ফলে রাজধানীর অনেক রাস্তায় দীর্ঘ এক যানজটের সৃষ্টি হয়।Trafiken stoppades i tre timmar på vägen Gulshan Mohakhali på onsdagen och det bildades långa köer på många av stadens gator.
35এই ঘটনায় টুইটার ব্যবহারকারীও তাদের মতামত ব্যক্ত করেছে।Twitteranvändare uttryckte också sina åsikter.
36@এনহাসান৮৯: আমি মনে করি আজকের দিনটা বাংলাদেশের এক অন্ধকার দিন, যা ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায় হয়ে রইবে।@nhasan89: Idag är en mörk dag som kommer att gå till historien tror jag.
37মানুষকে তার চরম সীমার বাইরে ঠেলে দেওয়া হল।Folket pressas till yttersta gränsen.
38#করাইল # ফ্রিবাংলাদেশ।#karail #freebangladesh
39@ইইপি_শ্রী:৪ এপ্রিল তারিখে এক ভয়াবহ উচ্ছেদের ঘটনায় করাইলের ৪৫,০০০ ঘর ভেঙ্গে ফেলা হল… শহরের এই সব চরম দরিদ্র নাগরিকদের জন্য আমরা কি করতে পারি?@EEP_shiree: En förödande vräkning i Karail-slummen den 4 april ödelade nästan 45 000 hus… vad kan vi göra för dessa extremt fattiga människor?
40@করভীরাখশান্দ: এই মূহুর্তে বনানী লেকের কাছে করাইল বস্তির হাজার হাজার নাগরিক গৃহহীন এবং তাদের যাবার কোন জায়গা নেই। http://t.co/LpeAmBnk@KorviRakshand: Just nu är tusentals människor hemlösa och utan tak över huvudet i Karail-slummen nära Banani Lake. http://t.co/LpeAmBnk
41করাইল বস্তির নাগরিকরা উচ্ছেদের পর টিএন্ডটি কলোনীর মাঠে এসে উপস্থিত হয়েছে।Boende från Karail-slummen söker skydd på T&T kolonimarker i Gulshan efter att ha blivit vräkta.
42ছবি ফিরোজ আহমেদের ( কপিরাইট ডেমোটিক্সের, ৫/৪/২০১২)Bild av Firoz Ahmed (Copyright Demotix 5/4/2012)
43@শাহানাসিদ্দিকি: অবিশ্বাস্য এক অন্ধকার ঘনিয়ে এসেছে-গ্রীষ্মের ঝড় #কালবৈশাখী-শুরু হবে।@shahanasiddiqui: Det är otroligt mörkt ute - #kaalboishakhi - sommaroväder.
44#করাইলের বস্তির মানুষদের জন্য সত্যই খারাপ লাগছে, যারা এখন খোলা মাঠে অবস্থান করছে।Verkligen orolig för folket från #karail som ligger under bar himmel
45@মেহরাবসৌরভ: বিছানায় শুয়ে শুয়ে সেই সমস্ত গৃহহীন মানুষদের কথা ভাবছিলাম, যাদের করাইল বস্তি থেকে উচ্ছেদ করা হয়েছে।@mehrabsaurav: Jag ligger i sängen men tänker på de hemlösa som vräktes från Karail-slummen.
46নিজেকে অসহায় লাগছে, তাদের কোন সাহায্য করতে পারছি না!Jag känner hjälplöshet, jag kan inget göra!
47#ঢাকা#Dhaka
48@শাহানাশিদ্দিকি:শুনুন সকলে, #করাইল বস্তি থেকে উচ্ছেদকৃত নাগরিকদের জন্য @জাগোফাউন্ডেশন খাবার তৈরী করেছে।@shahanasiddiqui: Hallå allihop, @JAAGOFoundation lagar mat åt de vräkta från #karail.
49খাবার বিতরণের জন্য সাহায্যের প্রয়োজন।De behöver hjälp med utdelning.
50বেলা ১২টার মধ্যে দয়া করে টিএনটির মাঠে উপস্থিত হোন।Kom till TNTs fält klockan 12
51@জাগোফাউন্ডেশন: বিগত ৩৬ ঘন্টায়, করাইল বস্তি থেকে উচ্ছেদকৃতদের মাঝে আমরা খাবার বিতরণ করছি, খুব সামান্য পরিমাণে… http://t.co/NarANbkC@JAAGOFoundation: De senaste 36 timmarna har vi delat ut mat till de drabbade från rivningen av Karail-slummen från ett litet… http://t.co/NarANbkC
52শুক্রবারের ভারী বৃষ্টি, উচ্ছেদকৃত বস্তির বাসিন্দাদের জীবন আরো দুর্বিষহ করে তোলে।Ett kraftigt regnfall på fredagen förvärrade situationen för de vräkta sluminvånarna.