# | ben | swe |
---|
1 | মেক্সিকো: ‘জোরপূর্বক নীরবতা’ তথ্যচিত্রে সাংবাদিকরা সোচ্চার | Mexiko: Journalister talar ut i dokumentären “Påtvingad tystnad” |
2 | [অন্যকিছু নির্দেশিত না হলে সমস্ত লিংক স্প্যানিশ ভাষায়] | [Alla länkar går till spanska sidor om inte annat anges.] |
3 | “সংগঠিত অপরাধ জনগণের হৃদয়-মন জয় করার চেষ্টা করছে এবং রাষ্ট্রের ইচ্ছেও তাই। | “Organiserad brottslighet försöker vinna människors “hearts and minds” (övers. anm. |
4 | মাঝখানে আটকা পড়েছেন সাংবাদিকেরা এবং প্রায়ই লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।” | : opinionsbildning som leder till sympati och samarbete) och staten strävar efter samma mål. |
5 | আর্টিকুলো ১৯-এর ‘জোরপূর্বক নীরবতা' তথ্যচিত্রের শুরুতে তারই প্রমাণ দিয়েছেন আল জাজিরার সাংবাদিক র্যাচেল লেভিন এবং মেক্সিকোতে কর্মরত অন্যান্য কাজ সাংবাদিকেরা। | Journalister befinner sig ofta i kläm mellan de båda och blir ofta måltavlor.” Detta vittnesmål från, journalist på Al Jazeera, och från andra journalister verksamma i Mexiko är inledningen på mini-dokumentären “Silencio Forzado” (“Påtvingad tystnad”) av Artículo 19. |
6 | পৃথিবী জুড়ে মত প্রকাশের স্বাধীনতার অধিকার রক্ষায় সোচ্চার স্বাধীন একটি সংস্থা আর্টিকুলো ১৯, ২০১১ সালের মেক্সিকো সম্পর্কে একটি বার্ষিক প্রতিবেদনসহ তথ্যচিত্রটি প্রকাশ করেছে: “জোরপূর্বক নীরবতা, সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতায় রাষ্ট্রীয় মদদ।” | Artículo 19, en oberoende organisation som försvarar yttrandefriheten över hela världen, släppte dokumentären tillsammans med en årsrapport om Mexiko för år 2011: “Silencio Forzado, el Estado cómplice de la violencia contra la prensa” (“Påtvingad tystnad, den statliga medbrottslingen till våldet mot journalister”). |
7 | প্রতিবেদনটি উল্লেখ করে “মত প্রকাশের স্বাধীনতা লংঘন প্রতিরোধ, তদন্ত, নিষিদ্ধ এবং সমাধানে রাষ্ট্রের অক্ষমতা প্রকারান্তরে শুধুই এসব লংঘনকে বৃদ্ধি এবং স্থায়ী করেছে মাত্র।” | Rapporten pekar på “statens oförmåga att förebygga, utreda, bestraffa och åtgärda dessa kränkningar av yttrandefriheten, vilket i sin tur enbart bidragit till att dessa kränkningar ökat och fortgår.” |
8 | এর ভূমিকাটিকে যোগ করা হয়েছে: | I inledningen sägs även: |
9 | শুধুমাত্র সবচেয়ে গুরুতর ঘটনাগুলোর কথা বলা হলে, গত বছরে সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কিত ১৭২টি আগ্রাসনের ঘটনা ঘটেছে যার মধ্যে নয়জন সাংবাদিক ও দুইজন মিডিয়া কর্মীকে হত্যা করা, দুইজন সংবাদদাতা নিখোঁজ এবং আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে মিডিয়া স্থাপনায় আক্রমণ করা হয়েছে। | Under det senaste året har 172 fall av aggression i samband med pressfrihet noterats, varav nio har varit mord på journalister, två mord på anställda inom media, två försvinnanden av korrespondenter och åtta attacker med skjutvapen eller bomber riktade mot medialokaler, och då talar vi bara om de allvarligaste händelserna. |
10 | ২০শে মে, ২০১২ তারিখে নিখোঁজ সাংবাদিক ২৭ বছর বয়েসী ম্যানুয়েল বুয়েন্দিয়া এবং তার হত্যা স্মরণে। | Försvunna journalister - Till minne av Manuel Buendía, 27 år gammal, och hans mord den 20 maj 2011. |
11 | ছবি: জর্জ তার্জো (সিসি-বাইএনসি-এসএ ২. | Foto: Jorge Tirzo (CC BY-NC-SA 2.0) |
12 | ০) তথ্যচিত্রটি সম্পর্কে জেরাল্ডাইন হুয়ারেজ অল্ট১০৪০তে লিখেছেন: | Geraldine Juárez skriver om dokumentären på Alt1040: |
13 | তথ্যচিত্রটি ফেলিপে ক্যালডেরনের অধীনে ক্ষমতাবানদের পরিমণ্ডলে সাংবাদিকদের শ্রমের অখণ্ডতার (নিষ্ফল) নিশ্চয়তা দিয়ে যে অবাস্তব চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে সরকারের অর্থহীন বাগাড়ম্বরের নিন্দা করা হয়। | Dokumentären fördömer den värdelösa retoriken hos Felipe Calderóns regering, där man i maktens korridorer skrivit på absurda överenskommelser för att (utan framgång) garantera det journalistiska arbetets integritet. |
14 | সাংবাদিকদের রক্ষা করার জন্যে সম্প্রতি ধারা ৭৩ সংস্কার করা হলেও নাগরিকরা টুইটারে নিজেদের মত প্রকাশের কারণে অবৈধভাবে কারারুদ্ধ ও আটক, এক্টিভিস্টরা খুন, সম্পাদকীয় স্থাপনাগুলো আগুনে পুড়ে যাওয়া অথবা এমনকি মাঝে মাঝেই সাংবাদিকরা অবদমিত, অপহৃত এবং দায়মুক্তিসহ খুন হওয়া সত্ত্বেও সরকারি কর্মকর্তাদের বস্তাপঁচা ছাইপাঁশ আউড়ে যাওয়া - ক্ষমতাসীনদের অংশের বাইরের নাগরিকদের প্রতি এমন আরো অনেক অগ্রহণযোগ্য সরকারী আক্রমণ। | Och även om Article 73 nyligen reformerades för att skydda journalister, fortsätter regeringstjänstemän att yttra meningslösa svador medan medborgare fängslas och kvarhålls olagligen för att de yttrat sig på Twitter, aktivister mördas, redaktionslokaler antänds, och journalister hotas, kidnappas och mördas utan påföljder- några av många oacceptabla officiella attacker på medborgare som inte utgör del av status quo. |
15 | একই নিবন্ধে জেরাল্ডাইন জোর দিয়েছেন তথ্যচিত্রটি কীভাবে সাংবাদিক, ‘ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ' জনিত সহিংসতার শিকার অন্যান্য মেক্সিকোবাসীদের এবং মানবাধিকার রক্ষাকর্মীদের ঝুঁকি প্রতিফলিত করেছে: | I samma artikel betonar Geraldine dokumentärens skildring av hur oskyddade journalister, försvarare av mänskliga rättigheter och andra mexikanska medborgare är från det våld som uppstått genom Mexikos “krig mot droger”: |
16 | জোরপূর্বক নীরবতা এমন একটি বাস্তবতা যা অনেকেই এড়িয়ে যেতে পছন্দ করেন: কর্তৃপক্ষগুলো মানবাধিকার এবং সাংবিধানিক নিশ্চয়তাকে বহুবার পদদলিত করেছে। | Påtvingad tystnad speglar den verklighet många föredrar att ignorera: mänskliga rättigheter och grundlagsenliga garantier trampas på igen och igen av myndigheterna. |
17 | মেক্সিকোর গুরুতর সমস্যা হলো আইনি ব্যবস্থা কোন কাজ করে না, সহিংসতায় অর্ধ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং মানবাধিকার ও নাগরিকদের রক্ষাকর্মী সাংবাদিকরা কোনভাবেই (আইনগত বা বেআইনী) অভিজাতদের অংশ না হয়ার কারণে ক্রমেই নাজুক হয়ে পড়ছে। ভঙ্গুর গণতন্ত্র এবং মেক্সিকোর সংবিধানে ব্যক্তিগত অধিকারের নিশ্চয়তা হিসেবে সংবাদমাধ্যমের স্বাধীনতার মতো দায়বদ্ধতা উদ্দীপক পদ্ধতি জোরদারের সম্ভাবনাগুলিকে ধ্বংস করার জন্যে ব্যবহৃত হওয়ার জন্যে যুদ্ধটিকে ধন্যবাদ। | Mexiko har allvarliga problem: rättssystemet fungerar inte, våld har orsakat över 50 tusen dödsfall, och journalister, de försvarare av mänskliga rättigheter och medborgare som inte utgör del av den (lagliga eller olagliga) eliten vid makten blir mer och mer sårbara tack vare ett krig som används för att sabotera möjligheterna att stärka den ömtåliga demokratin och de mekanismer som behövs för att framtvinga ansvarsskyldighet, liksom pressfriheten, som, förresten, är en personlig rättighet garanterad i den mexikanska grundlagen. |
18 | আপনি নিচে যে সম্পূর্ণ তথ্যচিত্রটি দেখতে পাবেন তা ভিমিওতেও পাওয়া যাবে: | Den fullständiga dokumentären, som kan ses nedan, finns också tillgänglig på vimeo: |