# | ben | swe |
---|
1 | আরব বিশ্ব: ১১ সেপ্টেম্বরের ঘটনাকে স্মরণ করা | Arabvärlden minns den 11 september |
2 | এই প্রবন্ধটি গ্লোবাল ভয়েসেস-এর ৯/১১ আক্রমণের পর্যালোচনা সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ । | Denna artikel ingår i vår artikelserie Globala stämmor ser tillbaka på den 11 september. |
3 | সারা আরব বিশ্বের টুইটার ব্যবহারকারীরা ১১ সেপ্টেম্বরের ঘটনায় নিহত ৩০০০ নাগরিকের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে। এখন থেকে ১০ বছর আগে আল কায়েদার এক সন্ত্রাসী হামলায় এই ভয়াবহ ঘটনা ঘটে। | Hela världen stannade upp för att minnas de fasanfulla dåden för tio år sedan, då al-Qaida flög fyra passagerarplan in i byggnader i USA. |
4 | এতে সন্ত্রাসীরা চারটি জেট বিমানকে যুক্তরাষ্ট্রের কিছু ভবনের দিকে পরিচালিত করে তা ধ্বংস করে ফেলে। | Twitter-användare runtom i arabvärlden hedrade de 3 000 människor som dog den 11 september. |
5 | সৌদি আরবের কার্টুনিষ্ট মালেক নেজার বলছে ১১ সেপ্টেম্বরে যে ঘটনা ঘটেছিল, তা ছিল ঘৃণ্য এক অপরাধ, তা সে যেই করে থাকুক না কেন। | Den saudiarabiske serietecknaren Malek Nejer menar att det som hände den 11 september var ett fruktansvärt brott, oavsett vem som bär ansvaret. |
6 | : @নেজার: সেপ্টেম্বর ১১- এর ঘটনা ছিল এক ঘৃণ্য অপরাধ। তা সে মুসলমান, খ্রিষ্টান, ইহুদী অথবা, অপরিচিত কেউ করে থাকুক না কেন। | @Nejer: Den 11 september är ett fruktansvärt brott, vare sig det utfördes av muslimer, judar eller rymdvarelser |
7 | ৯-১১ -এর আলোক শ্রদ্ধাঞ্জলি, নিউ ইয়র্ক ২০১০ © ফ্লিকারের কামাউ আকাবুয়েজে (অনুমতিক্রমে প্রকাশিত) | 9-11 Tribute in Lights, New York 2010 © Kamau Akabueze on Flickr (used with permission) |
8 | সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে, এবাস্ট্রুসেআরিফ উল্লেখ করেছে : | Från Dubai i Förenade arabemiraten kommer följande kommentar från AbstruseArif : |
9 | @এবাস্ট্রুসেআরিফ: আজকের দিনটি হচ্ছে এমন এক ঘটনার দিন, অনেকে চায়নি যে এই ঘটনা ঘটুক…তারপরেও তা ঘটেছে। | Idag är en av de dagar som många önskar aldrig hade inträffat.. men det inträffade verkligen. |
10 | #স্ক্রিমস্টিলরিসনেট#৯১১ | .#screamsstillresonates #911 |
11 | বাহরাইন থেকে ব্লগার মোহাম্মদ আল মাসকাতি ওরফে ইমুডজ, টুইট করেছে: | Bloggaren Mohammed Al Maskati eller emoodz i Bahrain twittrar: |
12 | @ইমুডজ:আমার চিন্তা এবং প্রার্থনা #৯১১ নামক ভায়াবহ সন্ত্রাসের শিকার আমেরিকান, আফগান এবং ইরাকিদের জন্য…প্রার্থনা করছি যেন তাদের আত্মা শান্তিতে চির নিদ্রা যাক.. | Mina tankar och böner går till de amerikanska, afghanska och irakiska offren efter de ohyggliga terrordåden #911.. Må de vila i frid.. |
13 | তিনি এর সাথে যোগ করেন : | Han tillägger: |
14 | @ইমুডজঃ #৯১১ পরবর্তী সময়ের ঘটনাবলিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভাবে নিয়ন্ত্রণ করেছে তার থেকে প্রচুর শিক্ষা গ্রহণ করার রয়েছে#লুলু#বাহরাইন | Mycket att lära av hur Amerika hanterade konsekvenserna av #911.. Se till framtiden men glöm aldrig det som varit.. #lulu #Bahrain |
15 | ১১ সেপ্টেম্বর-এর ঘটনায় এবং একই সাথে ইরাক এবং আফগানিস্তানে যারা নিহত হয়েছেন তাদের মৃত্যুর জন্য সৌদি আরবের দন্ত চিকিৎসক নৌফ আবদুল রেহমান, সৌদি আরবের সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে অভিযুক্ত করেছেন- এই ঘটনার পর যুক্তরাষ্ট্র, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে এই দুটি দেশে অভিযান চালায়। | Den saudiarabiska tandläkaren Nouf Abdulrahman håller den saudiarabiske terroristen Usama bin Ladin ansvarig för alla dödsoffer den 11 september, och även för de som dött i Irak och Afghanistan som invaderades av USA i kriget mot terrorismen. |
16 | ভদ্রমহিলা টুইট করেছেন: | Hon skriver följande på Twitter: |
17 | @ডঃ_নৌফ: আমি এর জন্য ওসামা বিন লাদেনকে অভিযুক্ত করছি। তার আত্মা যেন শান্তি না পায়, এবং কেবলমাত্র যুক্তরাষ্ট্রের ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য নয়, তার সাথে ইরাক এবং আফগানিস্তানে যে সব নাগরিকদের রক্ত ঝরছে এবং তাদের পরিবারে কান্নার জন্য তাকে আমি অভিযুক্ত করছি। | @Dr_Nouf: Jag håller Usama bin Ladin ansvarig - må han inte vila i frid - för dödsoffren i Irak och Afghanistan och för deras familjers tårar, inte bara för de amerikanska offren #sept11 |
18 | সৌদি আরবের নাগরিক সাউদ আল শেখ-এর কাছে এই ঘটনার স্মৃতি অন্য সব বেদনাদায়ক ঘটনার কথা মনে করিয়ে দেয়, তিনি টুইট করেছেন: | Saud Al Sheikh från Saudiarabien minns även andra fruktansvärda brott denna dag. |
19 | @সামআলশেখ: আপনারা ৯/১১ নামক ঘটনার কথা স্মরণ করেন। | På Twitter skriver han: |
20 | কিন্তু বসনিয়ায় যে ৮০০০ জনের বেশী মুসলমান নিহত হয়েছে তাদের কথা স্মরণ করেন না। @সামাআলসেখ: আপনারা ৯/১১ নামক ঘটনার কথা স্মরণ করেন। | Ni minns den 11 september men ni minns inte massakern på mer än 8 000 muslimer i Bosnien. |
21 | কিন্তু ১৯৪৮ সাল থেকে এখন পর্যন্ত প্যালেস্টাইনে যে প্রায় ২০ লক্ষ নাগরিক নিহত হয়েছে তাদের কথা স্মরণ করেন না। | Ni minns den 11 september men ni minns inte de uppskattningsvis 2 miljoner palestinier som dödats sedan 1948 |
22 | সৌদি আরবের রিয়াদ থেকে, আহমেদ অটাব একই ধরনের এক মনোভাব প্রদান করেছেন: | AhmadOTB i Riyadh i Saudiarabien ger uttryck för liknande tankegångar: |
23 | @আহমেদঅটাব: যুক্তরাষ্ট্রে ৯/১১ (একটি) নামক ঘটনা ঘটেছে আর প্যালেস্টাইন, ইরাক এবং আফগানিস্তানে ২৪/৭ (প্রতিদিন) সময় ধরে একই ঘটনা ঘটছে। | Det är 9/11 i USA men 24/7 i Palestina, Irak och Afghanistan |
24 | এবং সৌদি আরবের নোরা আল শেখ, এর সাথে যোগ করেছে: | Nora Al Ashaikh, också från Saudiarabien, tillägger: |
25 | @নিয়ার্টঃ আমি দুঃখিত যে ৯/১১ নামক ঘটনায় কিছু মানুষ মারা গেছে কিন্তু মধ্যপ্রাচ্যে এটা প্রতিদিনই ঘটছে, এখানে প্রতিদিন নাগরিকরা মারা যাচ্ছে… | Jag är jätteledsen att en del människor dog den 11 september men detsamma händer varje dag i Mellanöstern, folk dör varje dag… |
26 | তারই স্বদেশী সৌদি নাগরিক হানিন বাইতালমাল কিছু মানুষের বিবেচনার অভাবের বিষয়ে আবেদন করেছে, ভদ্রমহিলা লিখেছে: | En annan saudiarab, Haneen Baitalmal, är däremot förskräckt över vissa människors brist på hänsyn. Hon skriver: |
27 | @হানেনবা: আমি ঠিক বুঝতে পারি না কেন লোকজন বলে যে ৯/১১ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। | Jag förstår verkligen inte folk som säger att den 11 september är överskattat. |
28 | ঈশ্বরের দোহাই যেন আপনার হৃদয়ে যেন কিছু ক্ষমা সুলভ গুণ থাকে ! | Visa lite medkänsla för guds skull! |
29 | সর্বশেষ কিন্তু অন্যগুলোর মত সমান গুরুত্বপূর্ণ মন্তব্য, দুবাই-ভিত্তিক সংবাদ সাংবাদিক টম গারা পর্যবেক্ষন করেছেন: | |
30 | @টমগারাঃ এটা প্রায় দশ বছর, নতুন একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার করতে প্রায় দশ বছর লেগেছে। | Sist men inte minst säger journalisten Tom Gara, bosatt i Dubai, följande: |
31 | মূলত দুবাই, দুবাইকে নির্মাণ করছে। এই প্রবন্ধটি গ্লোবাল ভয়েসেস-এর ৯/১১ আক্রমনের পর্যালোচনা সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ । | På de tio år som det tagit att nästan bygga upp ett nytt World Trade Centre har Dubai mer eller mindre byggt hela Dubai. |
32 | Email | |
33 | লিখেছেনAmira Al Hussaini | |
34 | অনুবাদ করেছেন বিজয় | |