# | ben | swe |
---|
1 | কলম্বিয়া: নাচুনে পুলিশ ফুটবল খেলোয়াড়দের স্বাগত জানাল | Colombia: Dansande polis mötte fotbollsspelare |
2 | কলম্বিয়ার শহর মেডেলিনে একদল পুলিশ কর্মকর্তা বিমান বন্দরে আগত ফুটবল খেলোয়াড়দের স্বাগত জানায়, এই স্বাগত জানানোর প্রক্রিয়া অতিথিদের ভালো এক ধারণা প্রদান করেছে। | Fotbollspelare som landande på flygplatsen i Medellin, Colombia fick ett välkomnande av polisen som gjorde ett gott intryck på besökarna, men oroade lokalbefolkningen gällande säkerheten. |
3 | অন্যদিকে স্থানীয়রা এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তা ব্যক্ত করেছে। | Staden Medellin ar värd till FIFA U-20 World Cup. |
4 | কলম্বিয়ার মেডেলিন নামক শহরটি এবারের অনুর্ধ-২০ নামক ফুটবল বিশ্বকাপের অন্যতম এক আয়োজক শহর , এবং বৃটিশ ফুটবল সংস্থা (এফ এ) একটি ভিডিও পোস্ট করেছে যা দেখাচ্ছে , কি ভাবে এই শহর ইংল্যান্ডের অনুর্ধ-২০ দলের ফুটবলারদের স্বাগতম জানাচ্ছে, যে পোস্টের শিরোনাম ‘ কলম্বিয়ার এক উন্মাদনা ভরা স্বাগতম ‘। | |
5 | এফএ-এর ভিডিওর স্ক্রিনশট ইংল্যান্ডের অনুর্ধ-২০ ফুটবল দলের খেলোয়াড়রা মেডেলিন বিমানবন্দরে নামার সাথে সাথে এক ছন্দ খুঁজে পায়, যখন তারা অবিষ্কার করে যে, কলম্বিয়ার স্থানীয় পুলিশ বাহিনী তাদের এক অভাবনীয় প্রথায় স্বাগত জানাচ্ছে। | Football Association (FA) lade upp ett videoklipp av mottagandet staden gav Engelska Sub 20 i ett inlägg kallat ‘Ett Galet Colombianskt Välkomnande' |
6 | মার্ক্সইপুনেক্স, যে কিনা মেডেলিনে বাস করে [স্প্যানিশ ভাষায়], পুলিশ যে কাজে গুরুত্ব প্রদান করেছে তার সাথে সে একমত নয়: | Skärmdump från TheFA.com klippet |
7 | কেবল গতকাল আমি পাঠ করলাম যে মেডেলিনের উপকণ্ঠে বাড়তি পুলিশ মজুত ছিল না, যেখানে ইদানিং ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। কারণ পুলিশ এখন এই উন্মাদনা ভরা স্বাগত জানানোর কমিটিতে, তাদের কাজের প্রক্রিয়া নিয়ে ভয়াবহ ব্যস্ত ছিল। | Det engelska U20 laget hittade takten när de ankom på Medellin flygplats, där de fick ett oväntad mottagande av den lokala polisen. |
8 | এছাড়াও আর্জেন্টিনা থেকে বিশ্বকাপের সংবাদ সংগ্রহ করতে আসা অতিথিরা স্বাগত জানানোর প্রথায় মুগ্ধ। | Marxepunx som bor i Medellin [es] verkar inte hålla med om polisens prioriteringar: |
9 | আর্জেন্টিনার ফুটবল দলের জন্য তৈরি করা ব্লগ ব্যানফিল্ড লোকুরা [স্প্যানিশ ভাষায়]-তে তারা লিখেছে: আর্জেন্টিনার ফুটবল দলকে যে ভাবে স্বাগত জানানো হয়ছে তা ছিল বেশ চিত্তাকর্ষক। | Jag läste i går att extra polis inte fanns tillgänglig i centrala Medellin där inbrott har ökat. |
10 | বোগোটা, যেখানে আর্জেন্টিনার ফুটবল দল প্রথমে এসে উপস্থিত হয়, সেই একই শহর তাদের প্রাথমিক পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। | Anledningen är att polisen är för upptagen med sitt arbete som den “GALNA” välkomst kommitten. |
11 | এখানে তাদের ঐতিহ্যবাহী নাচ, আঞ্চলিক গানের দল, সালসা, ক্রান্তীয় এবং এ ধরনের বেশ কিছু ছন্দের মাধ্যমে স্বাগত জানানো হয়। | Det verkar ju som att besökande Argentinare ändå tyckte detta var en trevlig detalj. |
12 | এখানে কৌতূহল জনক বিষয় হচ্ছে এই নাচের মুদ্রা (কোরিওগ্রাফি) তৈরি করেছে মহিলা পুলিশের দল। | |
13 | ভীরু ভীরু পায়, প্রায় জোর করে তাদের এই নাচের আসরে যোগ দেবার আহ্বান তারা অস্বীকার করতে পারেনি এবং লাজুক ভাবে তারা কিছু নাচের ছন্দ তোলার চেষ্টা করে। | De skrev i ett inlägg på Banfield Locura [es], en blogg om det Argentinska fotbollslaget: |
14 | এই সব ঘটনা এখানে ঘটছে, কারণ এখানে ফুটবল জীবন এবং শ্বাস প্রশ্বাসের সাথে মিশে আছে, কলম্বিয়ার এই উষ্ণ ভুমির প্রতিটি কোনায় ফুটবল বাস করে। | Fotboll levs och andas här i varje steg, varje hörn av detta varma Colombianska land. |
15 | তারা একে অন্যের “ইতিহাসকে” নিখুঁত করার প্রক্রিয়া সম্বন্ধে জানে। | De känner precis alla, de känner historien om var och en. |
16 | বিমানবন্দর ছিল উষ্ণতা, আর্দ্রতায় ভরা এবং কেন তা থাকবে না, আর এই ঘটনায় তাদের প্রতি তৈরি হয়েছে এক শ্রদ্ধাবোধ। | Flygplatserna överflöddes med trivsel, vänlighet, och varför inte, beundran. |