# | ben | swe |
---|
1 | বাহরাইন: আপীল আদালতে বিরোধী নেতাদের যাবজ্জীবন কারাদণ্ড বহাল | Bahrain: Hovrätten vidhåller livstidsdomarna för oppositionsledare [Alla länkar går till engelskspråkiga sidor, om inte annat anges.] |
2 | এই পোস্টটি আমাদের বাহরাইনের বিক্ষোভ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ। | Detta inlägg är del av vår specialbevakning Bahrainprotesterna 2011/12. |
3 | আজ [৪ঠা সেপ্টেম্বর, ২০১২] বাহরাইনে আপীলের উচ্চ আদালত ২০জন বিরোধী ব্যক্তিত্বের বিরুদ্ধে শাসকগোষ্ঠী উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে কারাদণ্ড বহাল রেখেছে। | Bahrains Hovrätt upprätthåller beslutet om fängelsedomar för 20 oppositionella, som anklagats för att konspiration med syfte att störta regimen [4 september 2012]. |
4 | আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তাদের “বিবেকের বন্দী” হিসেবে বর্ণনা করলেও বাহরাইনী কর্তৃপক্ষ এবং স্থানীয় গণমাধ্যম তাদেরকে ১৪ই ফেব্রুয়ারি, ২০১১ তারিখে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে ভূমিকার জন্যে “সন্ত্রাসী” বলছে। | Medan internationella mänskliga rättighetsorganisationer beskriver dem som “samvetsfångar”, kallar Bahrains myndigheter och lokala media dem för “terrorister” på grund av deras deltagande i de protester mot regeringen som påbörjades i Bahrain den 14 februari 2011. |
5 | তাদের আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে চপেটাঘাত করা হয়েছে; আর বাকিদের পাঁচ থেকে ১৫বছরের জেল দেয়া হয়েছে | Åtta har fått livstids fängelse; resten fängelsestraff mellan 5 och 15 år. |
6 | সমর্থকরা রায়টিকে প্রত্যাখ্যান করে এবং সরকার বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার শপথ নিয়ে বিচারটিকে একটি প্রহসন হিসেবে অভিহিত করেছে। | Sympatisörer säger att rättegången var en skenrättegång, förkastar domen och lovar att fortsätta demonstrationerna mot regeringen. |
7 | প্রাক্তন সংসদ সদস্য এবং বিরোধীদলীয় আল ওয়েফাক সমিতির (বাহরাইনে রাজনৈতিক দল গঠন নিষিদ্ধ) সদস্য আব্দুলজলিল খলিল টুইট করেছেন [আরবী ভাষায়]: | Abduljalil Khalil, tidigare medlem av parlamentet och medlem av oppositionen Al Wefaq Society (det är förbjudet att bilda politiska partier i Bahrain), twittrar [ar]: |
8 | @এজলিলখলিল: প্রমাণের অভাবে বাতিলকরণ আদালত একটি গোষ্ঠী গঠনের এবং শাসকগোষ্ঠী উৎখাতের অভিযোগ ছেড়ে দিয়েছে। | @AJalilKhalil: Kassationsdomstolen upphävde anklagelserna om bildande av politiska partier och revolt mot regimen på grund av bristande bevis. |
9 | আজ আপীলের উচ্চ আদালত সামরিক আদালতের রায়কে সমুন্নত রেখেছে। | Idag försvarar Hovrätten militärdomstolens dom! |
10 | আলা' শেহাবি বিচার অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করঞ্ছিলেন। | Ala'a Shehabi försökte närvara på rättegången. |
11 | তিনি টুইট করেছেন: | Hon twittrar: |
12 | @আলাশেহাবি: কোন পরিবারের কাউকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়া হয়নি এবং আদালত থেকে বের হয়ে আসা আইনজীবীরা বলছেন যে কিছু অভিযোগ অপ্রমাণিত হলেও কারাদণ্ড বহাল রয়েছে | @alaashehabi: Igen av familjerna tilläts närvara och advokater kom ur rättsalen med påståenden att några anklagelser var hävda men fängelsestraff fastställda. |
13 | তিনি আরো বলেছেন: | Hon tillägger: |
14 | @আলাশেহাবি: রায় সমুন্নত রাখা প্রমাণ করে যে সামরিক বিচার এবং এই তথাকথিত ‘বেসামরিক' বিচারের মধ্যে একেবারেই কোন পার্থক্য নেই। | @alaashehabi: Fastställandet av straffen bevisar att det finns ingen skillnad mellan militär och “civil” rättvisa. |
15 | একই মানসিকতা বিরাজমান #বাহরাইন | Samma mentalitet råder #bahrain |
16 | সবার আগে মানবাধিকার এর মানবাধিকার রক্ষাকর্মী কর্মসূচীর পরিচালক ব্রায়ান ডুলি প্রশ্ন করেছেন: | Brian Dooley, chef för Human Rights Defenders Program (“Programmet för beskyddare av mänskliga rättigheter”) vid Human Rights First (“Mänskliga rättigheter först”) ställer frågan: |
17 | @ডুলি_ডুলি: ‘… আপনি শান্তিপূর্ণ বিরোধী্দের একটি অংশকে জেলে রেখে বাস্তব সংলাপ চালাতে পারবেন না,' ২০১১ সালের মে মাসে #বাহরাইনে ওবামা বলেছিলেন। | @dooley_dooley: “…man kan inte hålla en dialog medan delar av fredsoppositionen befinner sig i fängelse”, sa Obama #Bahrain i maj 2011. |
18 | আজকে তিনি কী বলছেন? | Vad säger han idag? |
19 | আরেকটি টুইটে তিনি মন্তব্য করেছেন: | Vidare twittrar han: |
20 | @ডুলি_ডুলি: #বাহরাইনের ১৩টি নিশ্চিত সংস্কার প্রক্রিয়ার উপর রায় (স্রেফ) একটি ধাপ্পাবাজি। | @dooley_dooley: Domen av 13 [av de anklagade] bekräftar att #Bahrains reformeringsprocess är en bluff. |
21 | আন্তর্জাতিক সম্প্রদায় এখন কোথায়? | Var är de internationella samfunden nu? |
22 | সাবিকা আল শালমান শব্দ নিয়ে খেলেছেন [আরবী ভাষায়]: | Sabeeka Al Shamlan använder sig av en ordlek: |
23 | @সাবিকা _এ: ন্যায়বিচারের সঙ্গে রায় নাকি ন্যায়বিচারকে বিতাড়নের রায়? | @Sabeeka_A: Regera rättvist eller regera orättvist? |
24 | এবং সালমা বলেছেন [আরবী ভাষায়]: | Och Salma säger: |
25 | @সালমাবলেছেন: বাহরাইনে বুদ্ধির অভাব একটি বিপর্যয়কর পর্যায়ে রয়েছে | @salmasays:Bristen på intellekt är katastrofal i Bahrain |
26 | এদিকে জহুর দাবি করেছেন যে এমনকি বিচারক তার সিদ্ধান্ত উচ্চারণ করার আগেই বাহরাইন সংবাদ সংস্থা রায়টি ঘোষণা করেছে। | Vidare påstår Zohoor att domen tillkännagavs av Bahrain News Agency redan innan domaren uttalade sitt beslut. |
27 | তিনি টুইট করেছেন: | Hon twittrar: |
28 | @সৌদিআইএফ৩ : সবচেয়ে বড় প্রহসন হলো বিচারক রায় উচ্চারণ করার পূর্বেই বাহরাইন সংবাদ সংস্থা রায় ঘোষণা করেছে! | @sudaif3: Största parodiutslagen meddelades av Bahrain News Agency innan domarens uttalande! |
29 | #বাহ(রাইনের)রায়েরদিন #বাহ(রাইনের)নেতাদেরমুক্তকর | #BhDecisionDay #FreeBhLeaders |
30 | এবং মিশর থেকে তারেক শালাবি সংহতি প্রস্তাব করেছেন: | Tarek Shalaby från Egypten bidrar med solidaritet: |
31 | @তারেকশালাবি: সৌদি পরিবেষ্টিত নৃশংস, গোষ্ঠীতান্ত্রিক রাজতন্ত্রের ভুক্তভোগী #বাহরাইনে আমাদের ভাই ও বোনদের প্রতি সংহতি। | @tarekshalaby: Solidaritet med våra bröder och systrar i #Bahrain som lider av den brutala, sekteristiska monarki som förbises av Saudi. |
32 | জনগণের ক্ষমতা (চাই)। | Makten åt folket. |
33 | | Detta inlägg är del av vår specialbevakning Bahrainprotesterna 2011/12. |