# | ben | swe |
---|
1 | সৌদি আরব: নারী গাড়ি চালককে শাস্তি হিসেবে প্রদান করা ১০ বার চাবুক মারার রায় প্রদানের বিরুদ্ধে ক্ষোভ | Saudiarabien: Skandal över tio piskrapp mot kvinnlig bilförare |
2 | ছয় মাস আগে সৌদি আরবের নাগরিক সাইমা জাসতানিয়া গ্রেফতার হয়। মূলত জেদ্দার একটি রাস্তায় নিজের গাড়ি চালানোর অপরাধে তাকে আটক করা হয়। | För sex månader sedan körde Shaima Jastaniya sin bil på en av Jeddahs gator innan hon blev arresterad av polisen. |
3 | সৌদি আরবের মেয়েদের জন্য গাড়ি চালানো নিষিদ্ধ, এই নিষেধাজ্ঞা ভঙ্গ করার কারণে সেপ্টেম্বর মাসে সাইমাকে শাস্তি হিসেবে ১০ বার চাবুক মারা মত শাস্তি প্রদানের রায় ঘোষণা করা হয়। | I september blev Jastaniya dömd till tio piskrapp för att ha utmanat körförbudet, men några dagar senare spreds nyheten att hon hade blivit benådad av den saudiska monarken själv. |
4 | কিন্তু কয়েক দিন পরে সংবাদ ছড়িয়ে পড়ে যে, স্বয়ং সৌদি বাদশাহ তাকে ক্ষমা করে দিয়েছে। | |
5 | যখন তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় হয়, তখন সে জানায়, সে গাড়ি চালাতে বাধ্য হয়েছিল, কারণ তার গণ পরিবহণ যাওয়ার বাস্তবতা নেই এবং তাঁর নিজস্ব ড্রাইভার রাখার সামর্থ নেই, আর তাকে সেই অবস্থায় হাসপাতালে যেতে হত। | Under förhör säger hon att hon körde sin bil för att hon inte hade tillgång till varken kollektiv eller privat transport och behövde ta sig till sjukhuset. |
6 | গত ৪৮ ঘন্টায় সৌদি টুইটারকারীরা নিশ্চিত করেছে যে, জাসতানিয়ার শাস্তি বহাল রয়েছে এবং সে এই শাস্তির বিরুদ্ধে দরখাস্ত করার জন্য সে ৩০ দিন সময় পাবে। | Under de senaste 48 timmarna har saudiska twittrare bekräftat att Jastaniya fick domstolens beslut om piskning och har 30 dagar på sig att överklaga. |
7 | সৌদি আরবের অন্য নারী গাড়ি চালক মানাল এল শারিফ এবং নাজলা হারিরি মত, অনলাইনে পোস্ট করার জন্য জাসতানইয়া তার নিজের গাড়ি চালনার ভিডিও ধারণ করেনি। | Till skillnad från andra kvinnor som körde i Saudiarabien, såsom Manal Al-Sharif [en] och Najlaa Hariri [en], så videofilmade inte Jastaniya sig själv för att lägga upp videon online när hon körde. |
8 | সৌদি নাগরিকদের কাছে যে বিষয়টি সবচেয়ে বড় বিষয় হয়ে এসেছে সেটি হছে, ফাঁস হয়ে যাওয়া আল ওয়াতানা নামক সংবাদপত্রকে পাঠানো আদালতের নথি। এই নথিতে জানা যাচ্ছে, দু মাস আগে দুই নারী সাংবাদিককে জাসতানিয়ার এই শাস্তির বিরুদ্ধে প্রবন্ধ লেখার দায়ে তাদের আদালতে হাজির হবার জন্য সমন জারি করা হয়। | Det som kom som en större överraskning för saudier var faktiskt det läckta dokumentet som domstolen skickade till tidningen Al-Watan som kallade två kvinnliga journalister till domstolen för att skriva nyhetsartikeln om piskningsdomen som Jastaniya fick för två månader sedan. |
9 | এই দুই নারী সাংবাদিক হচ্ছে নাসরিন নাজম আল দিন এবং সামইয়া এল এসসা। এখানে একটি লিঙ্ক আছে যেখানে তারা এই চাবুক মারার রায় সম্বন্ধে লিখেছিল, যেখানে তারা প্রথম দুই অক্ষরে জাসতানিয়ার নামে উল্লেখ করেছিল। | De två kvinnliga journalisterna är Nissrin Najm Al-Din och Samya Al-Essa och här är en länk till storyn [ar] som de skrev om piskningen, där de hänvisar till de två första bokstäverna i Jastaniyas namn. |
10 | সৌদি নারীদের ‘ওমেন টু ড্রাইভ' নামক প্রচারণার জন্য এমিরাতি ওয়াফা আল মারজুকির তৈরি করা এক পোস্টার চিত্র। | En illustration av Emirati Wafa Al Marzouqi som stöd för den saudiska "Kvinnor ska få köra"-kampanden. |
11 | এর শিরোনাম ‘আমারও অধিকার রয়েছে গাড়ি চালানোর।' | Bildtext: Jag har rätten att köra. |
12 | টুইটারে, সৌদি নাগরিক ফাহাদ (@সলিদাস_ফাহাদ) এই সংবাদে ক্ষুব্ধ, সে টুইট করেছে: | På Twitter var saudiska Fahad (@Solidus_Fahad) rasande över nyheten. Han twittrade: |
13 | @সলিদাস_ ফাহাদ: শুধুমাত্র গাড়ি চালানোর জন্য যদি একজন নারীকে চাবুক মারার রায় প্রদান করা হয়, তাহলে কল্পনা করুন, যদি সে তার চিন্তাকে জোরালো কণ্ঠে প্রকাশ করে তাহলে কি ঘটতে পারে? | Om en kvinna kan bli piskad bara för att hon kör bil, kan du föreställa dig vad som händer henne om hon säger vad hon tycker?! |
14 | @সলিদাস_ফাহাদ : সৌদি নারী, যে আধুনিক, ধর্ম এবং পুরুষ প্রাধান্যের নামে তাকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হবে! | En saudisk kvinna med jättebra progressiva tankar kommer att piskas offentligt i religions och manlig överlägsenhets namn! |
15 | কারণ সে রাস্তায় গাড়ি চালিয়েছিল! | För att hon körde bil! |
16 | জেদ্দা থেকে নোয়া আল দাহারি (@এমএসনোহাআলদাহারী) আদালত কর্তৃক দুই নারী সাংবাদিকের প্রতি সমন জারী করার সংবাদ টুইট করেছেন। | Noha Aldhahri (@MsNohaAldhahri) från Jeddah twittrade om nyheterna om de två kvinnliga journalisterna som kallades till domstolen. |
17 | ভদ্রমহিলা লিখেছেন: | Hon skrev: |
18 | @এমএসনোহাআলদাহারী: #সাইমার বিরুদ্ধে #চাবুক মারার মত শাস্তি প্রদানের সংবাদ তুলে ধারার কারণে #সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় দুই নারী সাংবাদিকের বিরুদ্ধে সমন জারী করেছে। | |
19 | সৌদি মানবাধিকার কর্মী ওয়ালিদ আবু আলখায়িরকে (@আবুলখায়ির) গত সেপ্টেম্বর মাসে আদালতে হাজির হতে হয়। | #Det saudiska informationsministeriet stämmer två #journalister för att de täckte #Shaima #piskningsmålet. |
20 | এই দুই নারী কর্মীর বিরুদ্ধে আদালতের সমন জারীর সংবাদ ফাঁস করার কারনের তাকে এই নির্দেশ প্রদান করা হয়: | Den saudiska människorättsaktivisten Waleed Abu Alkhair (@abualkhair), som togs till domstol [en] i september förra året, la upp det läckta dokumentet som kallade de två journalisterna till domstolen: |
21 | @আবুলখায়ির: সাইমার বিরুদ্ধে # চাবুক মারার মত শাস্তির সংবাদ প্রদানের কারণে #সৌদি তথ্য মন্ত্রণালয়ের দুই নারী সাংবাদিকের বিরুদ্ধে সমন জারী করার নথি।http://twitpic.com/7dzqgi | Dokumentet från #Det saudiska informationsministeriet som stämmer två journalister för att de publicerade #Shaima piskningsmålet http://twitpic.com/7dzqgi |
22 | রিয়াদ থেকে (@আনোয়ার৩৩) আনোয়ার নামক ভদ্রমহিলা সৌদি আরবের দুর্নীতিগ্রস্ত পদ্ধতি সমালোচনা করেছেন [আরবী ভাষায়]: | (@Anwaar33) från Riyadh kritiserade det hon beskrev som det korrupta systemet i Saudiarabien: |
23 | আনোয়ার৩৩:কেবল সৌদি আরবেই জরুরী প্রয়োজনে নারীদের গাড়ি চালানোর জন্য চাবুক মারা হয়, এদিকে জেদ্দায় যারা কোটি কোটি টাকা চুরি করছে, তারা শ্রদ্ধার সাথে তাদের প্রাসাদে বাস করছে। | @Anwaar33: Bara i Saudiarabien blir en flicka piskad för att ha kört sin bil i nödfall medan de som stal miljarder från Jeddah bor i sina palats och blir respekterade. |
24 | সৌদি-আমেরিকান টুইটারকারী, যার নাম (@আনা৩আরাবিয়া), তিনি যুবরাজ ওয়ালেদ বিন তালাল-এর স্ত্রী যুবরাজ্ঞী আমিরা-আল তাওয়েল-এর কথা উল্লেখ করেছেন। দুই মাস আগে আমিরা এই বলে টুইট করেছিলেন যে সাইমার শাস্তি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে: | En Saudi-Amerikansk twittrare med smeknamnet (@Ana3rabeya) hänvisade till prinsessan Amira Al-Taweel, prins Waleed Bin Talals fru, som för två månader twittrade och sa att Shaima fick sitt straff avskrivet: |
25 | @আনা৩আরাবিয়া:কাহিনীর সত্যতা অনুসন্ধান। এই ঘটনা সত্যি ছিল, নাকি ছিল না, আসলে কি বাদশাহ #সাইমার এই শাস্তির ক্ষেত্রে ক্ষমা ঘোষণা করেছিলে, আমিরাহ আল-তাওয়েল “ঝিঁঝিঁপোকা”। | @Ana3rabeya: Fictional TruthSeeker (fiktiv sanningssökare): “Var det, eller var det Inte, en kunglig benådning utfärdad för #Shaima piskningsdomen?”, Ameerah Al-Taweel: *Syrsor*. |
26 | ব্লগার মাজেদ এল এনিজি (@কিউমাজেদ) সৌদি আরবের আইনের সমালোচনা করেছেন [আরবী ভাষায়]: | Bloggaren Majed Al-Enizi (@QMajed) kritiserade de Saudiska lagarna: |
27 | @কিউমাজেদ: যে কোন নাগরিকের অধিকার রয়েছে নিজের শাস্তির জন্য ভাগ্যের হাতে নিজেকে ছেঁড়ে না দিয়ে, সরাসরি সংবিধান পাঠ করার, যা কিনা তাকে এক সুনির্দিষ্ট তালিকা প্রদান করবে যে, কোন কোন কাজ করা যাবে, কোন কোন কাজ করা যাবে না। | @QMajed: En medborgare har rätten till att läsa en direkt konstitution som har en lista på vad som är tillåtet och vad som är förbjudet istället för att bero på tur för att hans straff ska specificeras. |
28 | হালা খালাফও (@তাবাইস)) এক পরিবর্তন চায়, ভদ্রমহিলা লিখেছেন [আরবী ভাষায়]: | Hala Khalaf (@tbaish) ville också se en förändring. Hon skrev: |
29 | @তাবাইস:সাইমাকে বেত্রাঘাত করা হবে এই সিদ্ধান্তের আমি বিস্মিত ভাবে অপেক্ষা করছি যে কখন তারা বিচারকের পদ বিশেষভাবে “দাড়িওয়ালাদের” দেওয়ার বদলে আইনের ছাত্ররা প্রদান করবে। | @tbaish: Efter beslutet om att piska Shaima undrar jag när de kommer att tillåta juridikstuderande att bli domare istället för att hålla det exklusivt för de ‘skäggiga'. |
30 | ফারাহ আল ইব্রাহিম (@ফারাহ_আলিইব্রাহিম)সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক এক প্রমীলা টুইটার ব্যবহারকারী। | Farah Al Ibrahim (@farah_alibrahim), en kvinnlig twitteranvändare från Dubai, i UAE, skrev: |
31 | তিনি লিখেছেন [আরবী ভাষায়]: @ফারাহ_আলিইব্রাহিম:আসুন আমরা সাইমাকে কোরবানি করি এবং তাকে চাবুক মারার মত শাস্তি পেতে দেই। | @farah_alibrahim: Låt henne offras och bli piskad, kanske kan hennes piskrapp få oss att vakna.. jag vill inte säga mer då jag är rädd att bli piskad! |
32 | হয়ত তার পিঠে পড়তে থাকা চাবুক আমাদের জাগিয়ে তুলবে……আমি আর কিছু লিখতে চাই না, যেহেতু এর চেয়ে বেশী কিছু লিখলে আমার পিঠেও চাবুক পড়তে পারে! | Flera twitteranvändare, de flesta använder pseudonymer, har hyllat beslutet att vem som än bryter mot lagen ska straffas. |
33 | বেশ কিছু টুইটার ব্যবহারকারী, যাদের বেশীর ভাগই ছদ্মনামে টুইটার লিখে, তারা এই শাস্তির ঘটনায় উল্লাস প্রকাশ করেছে। | Andra tog tillfället i akt för att nidvisa ‘liberaler' och de som vill ha reformer i kungariket. |
34 | তারা বলছে যে যারাই আইন লঙ্ঘন করবে, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। | Denna twitteranvändaren använde diskriminering mot kvinnliga aktivister: |
35 | অন্যরা এই সুযোগে “উদারনৈতিক” ব্যক্তিত্ব এবং যারা দেশটিতে সংস্কার করতে চায় তাদের বাঁশ দিতে চাইছে। | @ro7_aleslam: Manal Al-Sharif är inte en saudier och det är inte heller Shaima. |
36 | এই টুইটার ব্যবহারকারী নারী একটিভিস্ট বিরুদ্ধে বৈষম্যমূলক কার্ড ব্যবহার করেছে [আরবী ভাষায়]: রো৭_আলেসালাম : মানাল আল শারিফ এবং সাইমা, কারো পূর্বপুরুষের আদিবাস সৌদি আরবে নয়। | Det är bevis på att ingen av de som verkligen är saudier verkligen körde sin bil för hennes far skulle ha piskat henne innan regeringen gjorde det. |
37 | এর প্রমাণ হচ্ছে সৌদি বংশোদ্ভুত কোন মেয়ে গাড়ি চালাবে না, কারণ সে ক্ষেত্রে সরকার চাবুক মারার আগে তার পিতা তাকে চাবুক মারবে, এটাই হচ্ছে তার প্রমাণ যে উক্ত দুই নারী সৌদি বংশদ্ভূত নয়। | |
38 | আবদুলাতিফ মোহাম্মদ (@আবলা৬ইফ) অভিযোগ করেছেন যে জাসতানিয়ার পক্ষে টুইট করা হচ্ছে। সে বলছে যে, সাইমার এই শাস্তি প্রাপ্য। | Abdullatif Mohammad (@AboLa6eef) klagade på tweets till förmån för Jastaniya, och sa att hon förtjänade sitt straff: |
39 | [আরবী ভাষায়] : @আবলা৬ইফ:আপনারা, আপনাদের সাইমাকে নিয়ে আমার মধ্যে বিরক্তি উৎপাদন করছেন। | @AboLa6eef: Ni stör mig med eran Shaima. |
40 | সে আইন ভঙ্গ করেছে এবং তাকে শাস্তি পেতে হবে। | Hon bröt mot lagen och behöver bli straffad. |
41 | এই ধরনের অর্থহীন প্রলাপ বন্ধ করুন। | Lägg av med tramset. |
42 | সে এর সাথে যোগ করেছে: | Han tillade: |
43 | @আবলা৬ইফ: প্রিয় বালিকারা, যদি আপনাদের গাড়ি চালানোর এতই ইচ্ছে জাগে, তাহলে সৌদি আরব ত্যাগ করে সেই দেশে যান যেখানে এটা নিষিদ্ধ নয়। | @AboLa6eef: Kära Flicka, om du vill köra, lämna Saudiarabien och åk dit där det är tillåtet, du har hela världen men här får du inte köra. Lär dig! |
44 | গাড়ি চলানোর জন্য সারা বিশ্ব পড়ে আছে, কিন্তু এখানে মেয়েদের গাড়ি চালানো নিষেধ, আপনারা কি তা উপলব্ধি করতে পরেছেন। | |