# | ben | swe |
---|
1 | নিয়মতান্ত্রিক শাসন বিষয়ে পড়ানোর দায়ে বরখাস্ত হলেন চীনা প্রফেসর | Professor i Kina avstängd för att han undervisat i konstitutionalism |
2 | চীনে একজন স্পষ্টবাদী আইন বিষয়ক প্রফেসরকে নিয়মতান্ত্রিক শাসন বিষয়ে পড়ানো ও কলাম লেখার কারনে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে। | [Samtliga länkar leder till engelskspråkiga webbsidor, om inte annat anges.] En frispråkig professor inom juridik i Kina har blivit avstängd från sin tjänst efter att han undervisat i och skrivit artiklar angående konstitutionalism. |
3 | সাংঘাইয়ের পূর্ব চীন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আইন বিষয়ের প্রফেসর ঝাং জুয়েঝং গত জুন, ২০১৩ তে “২০১৩ সালের নিয়মতান্ত্রিক শাসন-বিরোধী প্রচারাভিযানের উৎস ও বিপদ” শিরোনামে একটি কলাম লিখেন। | I juni 2013 publicerade professor Zhang Xuezhong vid East China University of Politics and Law i Shanghai en artikel med titeln “Uppkomsten av och farorna för den anti-konstitutionella kampanjen under 2013″. |
4 | ১৭ আগস্ট তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঝাংকে জানায় যে, তাঁর বিশ্ববিদ্যালয়ে পড়ানোর যোগ্যতা বাতিল করা হয়েছে। | Den 17 augusti underrättade universitetet Zhang om att han inte längre ansågs kvalificerad att undervisa på skolan. |
5 | চায়না চেঞ্জ নামের একটি মানবাধিকার ওয়েবসাইটের মতে, বিশ্ববিদ্যালয়ের কমিউনিস্ট পার্টি কমিটি সিদ্ধান্তটি নিয়েছে। | Beslutet togs av universitetets kommunistpartis kommitté, enligt China Change, en hemsida för mänskliga rättigheter. |
6 | ঝাং তাঁর উই চ্যাট একাউন্টের মাধ্যমে একটি বক্তব্য দিয়ে ব্যাখ্যা করেছেন, “আমার কাছে বিশ্ববিদ্যালয়টি পরিষ্কারভাবে জানিয়েছে যে কলামটি গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানের অবমাননা। এবং একই সাথে এটি শিক্ষকের নৈতিকতাকেও লঙ্ঘন করে”। | “Universitetet gjorde det tydligt för mig att artikeln stred mot den kinesiska folkrepubliken konstitution, samtidigt som den kränkte lärarnas etiska kod”, förklarade Zhang i ett uttalande via sitt WeChat-konto. |
7 | প্রফেসর ঝাং জুয়েঝাং। | Professor Zhong Xuezhong. |
8 | ছবিঃ সিনা উইবো থেকে। | Fotografi från Sina Weibo |
9 | এ বছরের শুরুতে এটি যখন চীনে নিয়মতান্ত্রিক শাসনের ডাক দেয় তখন চীনের সংবাদপত্র সাউদার্ন উইকেন্ড তীব্রভাবে এর সমর্থন করে। | Det kinesiska nyhetsmagasinet Southern Weekend censurerades kraftigt tidigare i år, då konstitutionellt styre efterlystes i Kina. |
10 | ঝাং জুয়েঝং এর সংক্ষিপ্ত জীবন কথা থেকে দেখা যায়, তিনি চীনের অত্যন্ত উদারমনা একজন ব্যক্তি। | Zhang Xuezhong är en liberal med hög profil i Kina. |
11 | ২০১২ সালের সেপ্টেম্বরে হং কং বিদ্যালয়ে “জাতীয় শিক্ষা” কোর্সের বিরোধীদের সমর্থন করার কারনে ঝাং কে সাময়িক বরখাস্ত করা হয়। | I september 2012 blev Zhang temporärt avstängd för att han stöttat de som stod emot “nationsundervisnings”-kurserna i Hong Kongs skolor. |
12 | ২০১৩ সালের মে মাসে যখন চীনের কমিউনিস্ট পার্টি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাতটি স্পর্শকাতর বিষয় সম্বন্ধে পড়ানো বন্ধ করতে একটি দিকনির্দেশনা ইস্যু করে, তখন ঝাং জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট সিনা ওয়েইবোতে বিষয়টিপ্রথম প্রকাশ করে দিয়েছে এমন প্রফেসরদের একজন ছিলেন। | I maj 2013, då Kinas kommunistpartis kommitté utfärdade en anvisning till de undervisande institutionerna om bannlysning av undervisning inom sju känsliga ämnen, var Zhang en av de första professorerna att uppmärksamma frågan, något han gjorde på den populära microbloggnings-sidan Sina Weibo. |
13 | “সাতটি কথা বলা নিষিদ্ধ” নীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে নিষেধ করে তা হল, “বৈশ্বিক মূল্যবোধ, সুশীল সমাজ, নাগরিক অধিকার, বিচার ব্যবস্থার স্বাধীনতা, প্রেসের স্বাধীনতা, কমিউনিস্ট পার্টির অতীত ভুল এবং অগ্রগণ্য পুঁজিবাদী শ্রেনী”। | Policyn om de “sju tystnadsplikterna” förbjuder att man diskuterar “universella värden, det civila samhället, medborgarrättigheter, rättslig självständighet, pressfrihet, tidigare misstag av kommunistpartiet samt den privilegierade kapitalistklassen” inom en universitetsmiljö. |
14 | তখন থেকে ঝাং এর ওয়েইবো একাউন্টটি নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। | Zhangs Weibo-konto har sedan dess tagits bort. |
15 | ২০১৩ সালের মার্চ মাসে ঝাং “দ্যা নিউ কমন সেন্স- দ্যা নেচার এন্ড কন্সিকোয়েন্সেস অব ওয়ান পার্টি রুল” শিরোনামে [ম্যান্দারিন] একটি বই প্রকাশ করেন। | I mars 2013 publicerade Zhang en bok med titeln [ki] “Det nya sunda förnuftet - Beskaffenheten och konsekvenserna av enpartistyret”. |
16 | ঝাং এবং নিয়মতান্ত্রিক শাসন নিয়ে তাঁর লেখা প্রবন্ধের জন্য অনেকে ওয়েইবো ব্যবহারকারীই তাঁকে সমর্থন জানায়, এখনেও বেশীরভাগ মন্তব্য শীঘ্রই নিশ্চিহ্ন করে দেয়া হয়। | En mångfald Weiboanvändare visade sitt stöd för Zhang och hans uppfattning om konstitutionalism, ändå blev mestadels av kommentarerna snart borttagna. |
17 | আইনজীবি ঝাং কুয়ান [ম্যান্দারিন] লিখেছেনঃ | Advokaten Zhang Quan skrev så här [ki]: |
18 | সরকারের ক্ষমতাকে সীমিত রাখতে সংবিধানের বাস্তবায়ন অত্যন্ত জরুরী। এটি মানব সমাজের উন্নয়নের দিক নির্দেশক। | Det är nödvändigt att tillämpa konstitution för att begränsa regeringens makt, som har ansvaret för den riktning i vilken det mänskliga samhället utvecklas. |
19 | প্রধানত এটি মানবাধিকারের কথা বলে, দলের অধিকারের কথা নয়। | Det handlar i grunden om mänskliga rättigheter, inte partirättigheter. |
20 | ক্ষমতার অসীম ব্যবহারে আগে কিংবা পরে সমস্যা হবেই। | Med obegränsad makt så uppstår det problem förr eller senare. |
21 | কিন্তু সাংবিধানিক শাসনের পথ এবং প্রক্রিয়া নিয়ে আলোচনা করা যেতে পারে। | Vägen till och processen för konstitutionellt styre kan dock diskuteras. |
22 | ওয়েব ব্যবহারকারী “লিক্সিং ঝেরেন” সমালোচনা [ম্যান্দারিন] করে বলেছেনঃ | Webbanvändare “Lixing Zheren” kritiserade [ki]: |
23 | মুক্ত চিন্তা ও শিক্ষা কার্যক্রমের আত্মার স্বাধীনতা সম্পর্কে বিশ্ববিদ্যালয়টির অস্বীকৃতি বলতে বোঝায় একটি জাতির সভ্যতার অস্বীকৃতি। | Universitetets förnekande av tankefriheten och den akademiska frihetens anda innebär att en nation förnekar sig själv civilisation. |
24 | প্রফেসর ঝাং জুয়েঝং এর অভিজ্ঞতা থেকে আমি নিঃসন্দেহে বলতে পারি, চীনের বুদ্ধিজীবীরা তাঁদের কাপুরুষতা দেখিয়েছেন, কারন কয়েক হাজার শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে কেবলমাত্র একজন লোক মধ্য যুগের গ্যালিলিওর মতো একা যুদ্ধ করে চলেছেন! | Jag kan tvärt säga att utifrån professor Zhang Xuezhongs upplevelse, så har intellektuella kineser visat sin ynklighet, när det på en skola med tusentals lärare och studenter endast finns en man som kämpar; som Galileo under medeltiden! |
25 | এটি কি এই সময় এবং এই জাতির জন্য একটি হৃদয় বিদারক ঘটনা নয়? | Är inte detta en tragedi för tiderna och nationen? |
26 | ওয়েব ব্যবহারকারী “ওয়াং ডংচেং” একই আবেগ প্রতিধ্বনিত [ম্যান্দারিন] করেছেনঃ | Webbanvändaren “Wang Dongcheng” speglade [ki] samma känslor: |
27 | বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নৈতিকতা হচ্ছে, “চিন্তার স্বাধীনতা এবং আত্মার মুক্তি”। | För universitetslärare är den etiska koden “självständighet för tanken och själslig frihet”. |
28 | ঝাং জুয়েঝং এর কথা এবং কাজ এটাই প্রদর্শন করে যে তিনি নীতি অনুসরণ করেন। | Zhang Xuezhongs ord och handlingar visade att han levt efter de här principerna. |
29 | একই সময়ে বেশীরভাগ বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যখন তাঁদের প্রকৃত মতামত প্রকাশ করছেন না, তখন ঝাং জুয়েঝং এর অবশ্যই একটি নির্দিষ্ট গুরুত্ব আছে। | Under en tid då få universitetsföreläsare yttrar sina riktiga åsikter är Zhang Xuezhong särskilt värdefull. |