Sentence alignment for gv-ben-20120623-28059.xml (html) - gv-swe-20120814-3292.xml (html)

#benswe
1এমন এক আফগানিস্তানের ছবি তুলে ধরা হচ্ছে যা আপনারা কখনো দেখেননিDelar med sig av foton av Afghanistan du aldrig ser
2দশকের পর দশক ধরা চলা যুদ্ধ এবং সন্ত্রাসবাদ - এর একটি স্থান হিসেবে পরিচিত আফগানিস্তান বিশ্বের অন্যতম এক বিপজ্জনক এক রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়।Decennier av krig och terror har gjort Afghanistan till ett av världens farligaste länder.
3২০০১ সালে তালেবান শাসনের পতনের পর দেশটি উন্নতি করা সত্ত্বেও, বেশীর ভাগ প্রচার মাধ্যম আফগানিস্তান বিষয়ে অনেকটা একগুঁয়ে মনোভাবের সাথে নেতিবাচক বিষয়, যেমন বোমা বিস্ফোরণ, আত্মঘাতী হামলা এবং মৃতদের সংবাদ তুলে ধরায় মনোযোগ প্রদান করে।Trots de framsteg som landet har gjort sedan talibanernas fall 2001 fokuserar de flesta medier som skriver om Afghanistan envist på negativa frågor såsom sprängattentat, självmordsattacker och krigsoffer.
4এই সমস্ত প্রচার মাধ্যম, প্রচারিত সংবাদে আতঙ্ক ছড়ানো ছবি প্রদর্শন করে, যার ফলে অনেক নাগরিক যুদ্ধে ক্ষতবিক্ষত কিন্তু সুন্দর এই দেশটিতে আর কখনোই বেড়াতে আসার ইচ্ছে পোষণ করে না।Rapporter i sådana medier visar skrämmande bilder som får de flesta människor att aldrig vilja besöka det krigshärjade men mycket vackra landet.
5আর এ কারণে ব্রিটেনের এক ফ্রিল্যান্স সাংবাদিক এবং ফটোগ্রাফার এ্যান্টোনি লাভলেস-এর কাজ অনেক বেশী আলাদা।Det är därför som arbetet av Antony Loveless [en], en frilansande brittisk journalist och fotograf, betyder så mycket.
6মার্চ ২০১২ থেকে লাভলেস টুইটারে তার আফগানিস্তান ভ্রমণের ছবি পোস্ট করে আসছে। আর এর জন্য তিনি #দিআফগানইউনেভারসি নামক হ্যাশট্যাগ তৈরী করেছেন।Sedan mars 2012 har Loveless lagt ut foton från sina resor till Afghanistan på Twitter, med hjälp av den egna hashtaggen #TheAfghanistanYouNeverSee [en].
7এই হ্যাশট্যাগের বিষয়ে গ্লোবাল ভয়েসেস-এর সাথে কথা বলার সময় লাভলেস বলেন:I ett samtal med Global Voices om hashtaggen förklarade Loveless:
8সাম্প্রতিক বছরগুলোতে তিনবার আফগানিস্তান যাত্রার সময় তোলা ২,০০০ ছবির একটি পোর্টফোলিও আমি তৈরী করেছি এবং সেগুলোর চিহ্ন রেখেছি, আমি বরঞ্চ আকারে বড় একটি জটিল হ্যাশট্যাগ তৈরী করেছি [#দিআফগানইউনেভারসি]।Jag har en mapp med över 2 000 bilder som tagits på tre resor till Afghanistan under de senaste åren, och för att hålla reda på dem tog jag fram och formulerade den ganska otympliga hashtaggen [#TheAfghanistanYouNeverSee].
9লেকের পাড়ের মেয়েটি।Flicka i sjön.
10ক্ষমাহীন মধ্য দুপুরে তপ্ত সূর্যের নীচে একটু শীতল শান্তির জন্য লেকে অবগাহন।Tar ett dopp för att svalka sig i den obevekliga eftermiddagssolen.
11ছবি এ্যান্টোনি লাভলেসের।Bild av Antony Loveless, används med tillstånd.
12অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে। সবুজ আফগান ভূমি, হেলমন্দ নদী তীরবর্তী উর্বর, আবাদ করা এক অঞ্চল।Afghanistans gröna zon, ett område med bördig, odlad mark längs Helmand-flodens dalgång.
13ছবি এ্যান্টোনি লাভলেসের। অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।Bild av Antony Loveless, används med tillstånd.
14দক্ষিণ আফগানিস্তানের কাজাকি হ্রদের বিস্ময়কর সৌন্দর্য্য, চিনুকের রাজকীয় বিমান বাহিনীর বিমান থেকে দেখা।Den fanatastiskt vackra Kajaki-sjön i södra Afghanistan, sett från en Royal Air Force Chinook.
15ছবি এ্যান্টোনি লাভলেসের। অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।Bild av Antony Loveless, används med tillstånd.
16রাজকীয় বিমান বাহিনীর (আরএএফ) সার্জেন্ট এ্যালেক্স ফোর্ড লাভলেসের হ্যাশট্যাগটিকে গ্রহণ করেছে, যে কিনা আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে ছয় মাস কাটিয়েছে।Loveless hashtagg snappades upp av Alex Ford [en], sergeant i Royal Air Force (RAF), som 2011 tillbringade sex månader i Afghanistans Hilmand-provins.
17এই হ্যাশট্যাগ সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি প্রদান করতে গিয়ে ওয়্যারফেয়ার ম্যাগাজিন নামক পত্রিকায় ফোর্ড লিখেছে:I sina tankar om hashtaggen skriver [en] Ford i Warfare Magazine:
18আমরা প্রায় ১১ বছর আফগানিস্তানে যুক্ত আছি, এবং এখানে দেশটিকে এক রণাঙ্গন-এর চেহারায় দেখা অতি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।Vi har varit engagerade i Afghanistan nästan 11 år och det har blivit vardagsmat att se bilder av kriget därifrån.
19কিন্তু সাধারণত ওই সমস্ত ছবি সেখানকার সংঘর্ষের আরো খারাপ এক চেহারা তুলে ধরার প্রবণতা সৃষ্টি করে।Men bilderna tenderar i allmänhet att handla mer om den negativa sidan av konflikten där.
20অট্টন বসসাত অথবা ব্রিজ নর্টন-এর মাধ্যমে আসা পতাকা ঢাকা কফিনের ছবি…, একটি হাসিমুখের সৈনিক-এর ছবি, কিন্তু এই ছবির নীচে একটি তারিখ প্রদান করা থাকে, যে তারিখে এই সৈনিকটি মৃত্যু বরণ করেছে।Bilder av flaggklädda kistor som åker genom Wootton Bassett eller vid Brize Norton… en bild av en soldat som ler, men med en bildtext som uppger dagen då han dog.
21বেদনাদায়ক ভাবে বেশীর ভাগ ব্রিটিশ নাগরিক, যারা এই সমস্ত যুবাদের সমর্থন করে এবং যাদের এ মাটির প্রিয়তমা ভাবে, সেই সমস্ত নাগরিকদের সেখানে চলা যুদ্ধের প্রকৃত বাস্তবতা সম্বন্ধে কোন ধারণা নেই; আফগানিস্তানের আসল ঘটনা সম্বন্ধে।Tråkigt nog har majoriteten av den brittiska befolkningen som stödjer de killar och tjejer som är på plats, ingen verklig insikt i bakgrunden till kriget där, den bakgrund som är Afghanistans.
22স্থানীয় শিশুরা পারাসদের (প্যারাসুট ট্রুপার) সাথে আলাপের জন্য প্রস্তুত, যারা হেলিকপ্টার অবতরণ এলাকা ত্যাগ করছে।Barn i området inställda på att få prata med fallskärmstrupperna som lämnar landningsplatsen för helikoptrar.
23ছবি এ্যালেক্স ফোর্ড-এর। অনুমতিক্রমে প্রকাশিত।Bild av Alex Ford, används med tillstånd.
24একটি শ্রেনী কক্ষে ইউনেসেফ-এর প্রদান করা বই এবং পেন্সিল হাতে শিশুরা।Afghanska barn med UNICEF-donerade böcker och pennor i ett klassrum.
25ছবি এ্যালেক্স ফোর্ড-এর। অনুমতিক্রমে প্রকাশিত।Bild av Alex Ford, används med tillstånd.
26যারা আফগানিস্তান ভ্রমণের ছবি সবাইকে প্রদর্শন করতে চান তাদের জন্য এই হ্যাশট্যাগ সেই সমস্ত ছবি যুক্ত করার একটি জনপ্রিয় ক্ষেত্রে পরিণত হয়েছে, যা কিনা প্রচলিত প্রচার মাধ্যমে খুব কমই দৃশ্যমান হয়।Hashtaggen har blivit en populär fototagg för dem som reser till Afghanistan för att dela med sig av bilder som människor utanför landet sällan ser i traditionella medier.
27দৃশ্যত আফগান কিশোর ক্যামেরার সামনে।En afghansk pojke verkar redo att börja bli filmad.
28ছবি স্টিভ ব্লাকের। অনুমতিক্রমে প্রকাশিত।Bild av Steve Blake, används med tillstånd.
29সম্প্রতি, আফগানিস্তানের এক ভিন্ন চেহারা তুলে ধরার জন্য আফগানিস্তানের ফটোগ্রাফার ইকবাল আহামাদ অরুজগানিও এই হ্যাশট্যাগের অধীনে ছবি পোস্ট করতে শুরু করেছে।Iqbal Ahmad Oruzgani, en fotograf från Afghanistan, har nyligen också börjat lägga ut foton under hashtaggen för att visa Afghanistan ur ett annat perspektiv.
30মধ্য আফগানিস্তানের দাইকুন্দিতে এক সাথে দশ জন বরবধুর এক গণ বিয়ে।Kollektivt bröllop organiserat för tiotals par i Daikundi, centrala Afghanistan.
31এক সাথে অনেকগুলো বিয়ের আয়োজন এই দেশটিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এর ফলে প্রতিটি পরিবারের বিয়ের খরচ কমে আসে।Kollektiva bröllop har blivit mycket populärt i landet eftersom de bidrar till att minska kostnaderna för bröllop för varje enskild familj.
32ছবি ইকবাল আহমাদ অরুজাগানির, অনুমতিক্রমে প্রকাশিত।Bild av Iqbal Ahmad Oruzgani, används med tillstånd.
33আফগান কিশোরীরা একটি বন্ধ দোকানের সামনে বই পড়ছে।Unga afghanska flickor läser ur en skolbok framför en stängd butik.
34ছবি ইকবাল আহমাদ অরুজগানির, অনুমতিক্রমে প্রকাশিত।Bild av Iqbal Ahmad Oruzgani, används med tillstånd.
35মাইদান অয়ারদাক প্রদেশের বেশুদ জেলার একটি শীতকালের দৃশ্য।Vinter i Behsud i Maidan Wardak-provinsen.
36ছবি ইকবাল আহমাদ অরুজগানির, অনুমতিক্রমে প্রকাশিত।Bild av Iqbal Ahmad Oruzgani, används med tillstånd.
37এমনকি এই হ্যাশট্যাগের অধীনে প্রদর্শন করা ছবি, শত শত টুইটার ব্যবহারকারী পুনরায় টুইট করেছে, যার মাধ্যমে ফটোগ্রাফাররা অনেক দর্শক লাভ করেছে।Varje foto som delats under denna hashtagg har spridits av hundratals Twitter-användare, vilket ger fotograferna en mycket bred publik.
38গ্লোবাল ভয়েসেস এর সাথে কথা বলার সময় লাভলেস বলেন:I samtalet med Global Voices förklarar Antony Loveless:
39অজস্র টুইট বলছে যে এটা টুইটার যে কোন সময়ের একটি হ্যাশট্যাগের এক সেরা ব্যবহার,আর আমি বর্তমানে এই হ্যাশট্যাগের বিষয়ের ভিত্তিতে একটি বই তৈরীর আলোচনা শুরু করছি, যখন অজস্র নাগরিক তা কেনার আগ্রহ দেখিয়েছে।Otaliga twittrare har sagt att det är den bästa användningen av en hashtagg på twitter, någonsin, och jag diskuterar just nu med någon om att göra en bok som bygger på hashtaggen efter att otaliga människor uttryckt ett intresse att köpa en.