Sentence alignment for gv-ben-20140514-43185.xml (html) - gv-swe-20140503-5051.xml (html)

#benswe
1বিবৃতিঃ ইথিওপিয়ার নয় জন সাংবাদিকের মুক্তির দাবি গ্লোবাল ভয়েসেসের
2আদ্দিস আবাবায় জোন ৯ এর ব্লগাররা।OFFENTLIGT UTTALANDE: Global Voices uppmanar till frisläppande av nio journalister i Etiopien
3তাঁরা সবাই গত ২৫ এপ্রিল তারিখে গ্রেপ্তার হয়েছেন।Zone 9-bloggare i Addis Ababa; samtliga arresterade den 25 april.
4ছবিঃ এনডাল্ক, অনুমতিক্রমে ব্যবহৃত।Foto av Endalk, använt med tillstånd.
5গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় ইথিওপিয়াতে গ্রেপ্তার হওয়া নয়জন সাংবাদিকের মুক্তি চেয়েছে।
6বেফেকাদু হাইলু, আবেল ওয়াবেলা, আতনাফ বেরাহানে, মাহলেত ফানতাহুন, জেলালেম কিবরেত এবং নাতনায়েল ফেলেকে (তারা সবাই জোন ৯ ব্লগিং কালেকটিভের সদস্য) এবং সাংবাদিক আসমামাও হেইলেজেরগিস, তেসফালেম ওয়ালদিয়াস ও এদম কাসায়েকে গত ২৫ ও ২৬ এপ্রিল, ২০১৪ তারিখে আদ্দিস আবাবা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
7আমরা বিশেষভাবে দুঃখিত, গ্লোবাল ভয়েসেসের চারজন অনুবাদক - হাইলু, ওয়াবেলা, কাসায়ে এবং কিবরেতও এই গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন।
8জোন ৯ ব্লগিং কালেকটিভ ২০১২ সাল থেকে ইথিওপিয়াতে নানা সামাজিক এবং রাজনৈতিক ইস্যু নিয়ে নাগরিকদের সম্পৃক্ততা লালন করতে এবং সমালোচনা মূলক মন্তব্য করতে কাজ করে আসছে।
9সংকটময় পরিস্থিতিতেও শান্তি পূর্ণ আলোচনা এবং বিতর্ককে উৎসাহিত করার স্বার্থে তারা বাক স্বাধীনতার চর্চা করেছে।
10১৩৭ টি দেশের ব্লগার, সক্রিয় কর্মী, লেখক এবং প্রদায়কের একটি সম্প্রদায় হচ্ছে গ্লোবাল ভয়েসেস।
11আমাদের মূল উদ্দেশ্য বাক স্বাধীনতার বৈশ্বিক মানবাধিকার প্রতিষ্ঠা করাঃ সারা পৃথিবীর না বলা গল্পগুলোকে তুলে আনা এবং মুক্তভাবে এবং কোন রকম ভয় ছাড়াই মানুষের কথা বলার অধিকার রক্ষা করা।
12আমাদের বন্ধুদের বাক স্বাধীনতা অধিকারের নিদারুণ লঙ্ঘনের কারণে আমরা খুবই ক্ষুব্ধ হয়েছি।
13আমরা আমাদের বন্ধুদের নিরাপত্তার জন্য গভীরভাবে উদ্বিগ্ন।
14আমরা চুপ করে বসে থাকতে পারি না। ব্লগ লেখা কোন অপরাধ নয়।Global Voices nätgemenskap uppmanar till frisläppande av nio journalister som arresterats i Etiopien.
15৩ মে তারিখটি বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়।
16এ দিবসটি সামনে রেখে আমরা একটি সম্প্রদায় হিসেবে ইথিওপিয়ান কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের ব্লগার সহকর্মী ও বন্ধুদের এবং ইথিওপিয়াতে কারাবন্দী অন্যান্য সকল সাংবাদিকদের মুক্তি দিন।
17আপনি যদি আপনার নাম অথবা সংস্থাকে এই বিবৃতির সাথে সংযুক্ত করতে চান, তবে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন এবং এটিকে আমাদের তালিকার সাথে যুক্ত করুন।
18আমরা নতুন নাম পাওয়ার সাথে সাথে একটি নির্দিষ্ট সময় পর পর এই পোস্টটিকে হালনাগাদ করব। বন্ধু এবং আমাদের মিত্র, যারা এই বিবৃতিটিতে সমর্থন জানিয়েছেনঃBefeqadu Hailu, Abel Wabela, Atnaf Berahane, Mahlet Fantahun, Zelalem Kibret och Natnael Feleke (samtliga medlemmar av bloggarkollektivet Zone 9) samt journalisterna Asmamaw Hailegeorgis, Tesfalem Waldyes och Edom Kassaye arresterades den 25 och 26 april, 2014, i Addis Ababa.
19পেন আমেরিকান সেন্টার, আমেরিকা
20সীমানা ছাড়িয়ে ইন্টারনেট, আফ্রিকা ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন, আমেরিকাVi är extra ledsna över att fyra av Global Voices översättare - Hailu, Wabela, Kassaye och Kibre - finns med bland de som anhållits.
21উশাহিদি, কেনিয়া
22কেনিয়ার ব্লগারদের সঙ্ঘ, কেনিয়া
23কেনিয়াআনলিমিটেড, কেনিয়া
24আফ্রিকান হাদিথি, আফ্রিকা
25এনগেজমিডিয়া, এশিয়া প্যাসিফিক
26ডিজিটাল মিডিয়া আইন প্রকল্প, আমেরিকা এমআইটি সেন্টার ফর সিভিক মিডিয়া, আমেরিকাSedan år 2012 har bloggarkollektivet Zone 9 arbetat för att främja medborgarengagemang och kritiskt kommenterande av sociala och politiska frågor i Etiopien.
27আর্টিকেল ১৯, আন্তর্জাতিক ভিজুয়ালাইজিং ইম্প্যাক্ট, লেবাননTrots svåra förhållanden har de utövat sin rätt till yttrandefrihet med syftet att uppmuntra fredlig dialog och debatt.
28অ্যাক্সেস, আন্তর্জাতিক হিভোস, আন্তর্জাতিকGlobal Voices är en nätgemenskap av bloggare, aktivister, skribenter och översättare från 137 länder.
29অ্যসোসিয়েশন ফর প্রোগ্রেসিভ কমিউনিকেশন্স, আন্তর্জাতিক এডুকাসিয়ন ই সিউদাদানিয়া, মেক্সিকোDen universella mänskliga rättigheten till yttrandefrihet är grundläggande för vårt uppdrag: att skildra underrapporterade nyheter världen över och försvara allas våran rätt att tala fritt och utan fruktan.
30ই-গ্লোবাল নলেজ, আন্তর্জাতিক
31মাস দো ১৩১, মেক্সিকো রেড অঁ ডিফেন্সা দো লো দেরেচো ডিজিটালেস, মেক্সিকোVi är upprörda över detta uppenbara brott mot våra vänners rätt till yttrandefrihet och djupt oroade över deras säkerhet.
32বাইটস ফর অল, পাকিস্তানVi kan inte förbli tysta.
33জাম্বিয়া ব্লগার্স, জাম্বিয়া
34আর্টিকেল ১৯ অফিস ফর মেক্সিকো এন্ড সেন্ট্রাল আমেরিকা, মেক্সিকো
35রাসাসা নিউজ, ইখিওপিয়াAtt blogga är inte ett brott.
36ওয়ান ওয়ার্লড, দক্ষিণপূর্ব ইউরোপ বসনিয়া হার্জেগোভিনা মিডিয়া রাইটস এজেন্ডা, নাইজেরিয়াDen 3 maj - Värlsdagen för pressfrihet - kräver vi som nätgemenskap att de etiopiska myndigheterna friger våra bloggkollegor och vänner samt alla andra fängslade journalister i Etiopien.
37শিরোমানি ধুন্গানা, নেপাল; প্রোগ্রাম অন হিউমান রাইটস, নর্থইস্টার্ন ইউনিভার্সিটি, আমেরিকাOm du vill lägga till ditt namn eller din organisations namn till stöd för detta uttalande, var god klicka här och lägg till det på vår lista.
38ফ্রি প্রেস আনলিমিটেড, নেদারল্যান্ডস
39বাহরাইন ইয়থ সোসাইটি ফর হিউমান রাইটস, বাহরাইন
40ভার্দাদে পত্রিকা, মোজাম্বিক ফলহা ৮, অ্যাঙ্গোলাVi uppdaterar listan med jämna mellanrum allteftersom nya namn läggs till.
41কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস আফ্রিকা প্রোগ্রাম, আমেরিকা/কেনিয়া/নাইজেরিয়া/দক্ষিণ আফ্রিকা
42ওয়ার্লড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন, আন্তর্জাতিক
43সেন্টার ফর টেকনলজি এন্ড সোসাইটি, ব্রাজিল