Sentence alignment for gv-ben-20120410-24691.xml (html) - gv-swe-20120410-2382.xml (html)

#benswe
1ইজরায়েল: সিডার পাসওভার টুইটIsrael: Tweets från Seder-bordet under judiska Pesach
2শুক্রবার ৬ই এপ্রিল রাতে ইহুদিদের পাসওভার ছুটি শুরু হলে লক্ষ লক্ষ ইজরায়েলী পরিবার ঐতিহ্যবাহী ভোজ উৎসব অনুষ্ঠান সিডার-এর জন্যে জড়ো হয়েছিল।Den judiska högtiden Pesach inleddes på kvällen fredagen den 6 april och miljontals israeler samlades med sina familjer för att fira Seder, den traditionella högtidsmåltiden.
3ভোজ উৎসবের পূর্বে হাগাদা পাঠ করা হয় যেখানে (অন্যান্য বিষয়ের সাথে) ইজরায়েলী জনগণের মিশর থেকে দলে দলে প্রস্থানের বর্ণনা রয়েছে।Måltiden föregås av läsning av Haggada, vilken (bland annat) beskriver det israeliska folkets uttåg från Egypten.
4পাসওভার সিডার দীর্ঘ হওয়ার জন্যে কুখ্যাত এবং নিয়ম অনুসরণ করা হলে ডিনার টেবিলের চারপাশে হাগাদা থেকে পড়ে গান গাইতে গাইতে খাবার গ্রহণে ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যায়।Seder är känd för att vara långvarig. Följs den enligt reglerna påbörjas ätandet först efter att flera timmar redan tillbringats runt middagsbordet med sång och läsning ur Haggada.
5সিডার ঐতিহ্যগতভাবে বর্ধিত পরিবারের সাথে উদযাপন করা হয় যা অনেকটা কুখ্যাত আমেরিকান থ্যাঙ্কসগিভিংয়েরই মতো একটি উপলক্ষ যখন কাউকে পরিবারের বিবদমান সদস্যদের সঙ্গে সময় কাটাতে বাধ্য করা হয়।Seder, som traditionellt firas med familj och släktingar, är också ökänd för att vara - i stil med amerikanska Thanksgiving och den svenska julen - ett tillfälle då man tvingas umgås med släktingar man egentligen inte kommer överens med.
6সিডার পাসওভারের অভিজ্ঞতা বর্ণনা করে টুইট করার কারণে রসবোধ এবং সন্দেহবাতিকতার জন্যে সুপরিচিত ইজরায়েলী টুইটার ব্যবহারকারীদের বেছে নেয়া হয়েছে।Bordet är dukat för Pesach Seder. Bild av Gilabrand, Wikimedia Commons.
7পাসওভার সিডারের জন্যে সাজানো টেবিল। গিলাব্র্যাণ্ডের ছবি, উইকিমিডিয়া কমন্স।Israeliska Twitter-användare, kända för sin humor och cynism, tweetade om sina upplevelser om under Pesach Seder.
8লিয়র ওরেন লিখেছেন:Lior Oren skrev:
9@এলোডিয়াম: যাদের সিডার করার জায়গা নেই আপনাদের তাদের কথা মনে করিয়ে দেয়ার জন্যে পাসওভার সন্ধ্যার মতো অন্য কিছুই নেই এবং তারা তাদের বাড়িতে নিঃসঙ্গ।@alodium [he]: Det finns ingenting bättre än Pesach-kvällen för att påminna en om de människor som inte har någonstans att fira Seder, och sitter ensamma i sina hem.
10একটা বিয়ার নিয়ে [পাসওভারে খাওয়া নিষিদ্ধ]।Med en öl [förbjuden att dricka under Pesach].
11এবং তাদের ঈর্ষা করাOch känna sig avundsjuk på dem.
12রোতেম লিখেছেন:Rotem skrev:
13@রোতেমিজম: একটি আইন প্রস্তাব - পাসওভারের প্রতিদিন রাত ৮টা থেকে ১১টার মধ্যে সকল খুনীদের সাময়িকভাবে অপ্রকৃতিস্থ হিসেবে স্বীকার করা হবে।@rotemism: Ett lagförslag: varje år under Pesach-kvällen, mellan kl 20 och 23, ska alla mord bedömas ha skett under inflytande av tillfällig galenskap.
14আভিশে লিখেছেন:Avishay skrev:
15@আভিশে_বি: আমরা তখনো [সিডার] শুরু করিনি, আগে আমি ইতোমধ্যে পেয়েছিলাম তিনবার “আপনার কবে বিয়ে হবে?” এবং চারবার “আর শিশুদের খবর কি?”@avishay_b [he]: Vi har inte ens börjat än [med Seder] och jag har redan fått höra “när ska du gifta dig?” tre gånger och “och barn då?” fyra gånger.
16আমির লিখেছেন:Amir skrev:
17@আমিরআইমন: রাত ৮:৩০ মি. এবং এমনকি এখনো আমরা শুরু করিনি।@amirimon [he]: Klockan är 20.30 och vi har inte ens börjat än.
18আমি খ্রিষ্টধর্মে দীক্ষিত হয়ে যেতে পারিNu omvänder jag mig till kristendomen
19পাসওভার সপ্তাহে রেখে দেয়া (leavened) রুটি খাওয়ার উপর ধর্মীয়ভাবে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং ধার্মিক/ঐতিহ্যবাহী ইহুদীরা তাদের বাসগৃহ পরিষ্কার এবং পূর্বে ছুটি শুরুর আগের সব রুটি সরিয়ে ফেলার সর্বোচ্চ চেষ্টা করে। ডিকাপুচিনো কৌতুক করেছেন:Med hänvisning till det strikta religiösa förbudet mot att äta syrat bröd under Pesach-veckan och den stora ansträngning [en] religiösa/traditionella judar gör för att städa sina hem och avlägsna allt bröd innan högtidens början, skojade DKapuchino:
20@ডিকাপুচিনো: দিদিমা, আমি বাক্সে একটি রুটি টুকরো পেয়েছি।@dkapuchino [he]: Mormor, jag hittade en brödsmula i en av fönsterluckorna.
21আপনি নরকে যাচ্ছেনDu kommer att hamna i helvetet
22সঙ্গীতশিল্পী মুক্স ২০০০ রিপোর্ট করেছেন:Musician Mux 2000 rapporterade:
23@মুক্স২০০০: মাতাল।@mux2000 [he]: Full.
24টেবিলের বেশি গম্ভীর দিকটিতে অতিথিদের অসন্তুষ্টির উচ্চারণ সবার শৃঙ্খলা নষ্ট করছে।Stör den allmänna ordningen till bakgrundsljudet från de missnöjda gästerna vid den seriösa änden av bordet.
25ব্লগার গাল চেন লিখেছেন:Bloggaren Gal Chen skrev:
26@গালচএস: সারা বছরের জন্যে আবেগের যে দাগ রেখে যায়, সেই বিবেচনায় সিডার সত্যিই সংক্ষিপ্ত।@galchs [he]: Med tanke på att kvällen lämnar känslomässiga ärr som varar i fler år är Seder egentligen ganska kort.
27এবং অবশ্যই রাজনৈতিক টুইটও ছিল:Och det fanns, naturligtvis, också politiska tweets:
28নোয়া ড্রোর লিখেছেন:Noa Dror skrev:
29@নোয়া_ড্রোর: ইহুদিধর্মকে এতো ঘৃণা করানোর জন্যে আমি ইজরায়েল রাস্ট্রকে কখনোই ক্ষমা করবো না।@noa_dror [he]: Jag kommer aldrig att förlåta staten Israel för att den fått mig att hata judendomen så mycket.
30শুভ বসন্তের ছুটি [পাসওভা্রের একটি বিকল্প নাম] এবং একটি প্রত্যেকের জন্যে সহনীয় বন্ধ।Glad Vårhögtid [en alternativ beteckning på Pesach] och en uthärdlig stängning för oss alla.
31[প্রতিটি পাসওভারে ইজরায়েল অধিকৃত প্যালেস্টাইন অঞ্চলে সম্পূর্ণ বন্ধ করে রাখে][Varje Pesach stänger Israel Israel gränsen till de ockuperade palestinska territorierna]
32পাসওভার সিডার টেবিলে নবী এলিজাহের জন্যে - যিশুখ্রিষ্টকে সঙ্গে নিয়ে তার ফিরে আসার প্রত্যাশা করে - একটি চেয়ার খালি রাখার রেওয়াজ রয়েছে।En av traditionerna är att låta en stol vid Pesach Seder-bordet stå tom, avsedd för profeten Elia. Förhoppningen är att han ska återvända i samband med ankomsten av Messias.
33সাম্প্রতিক বছরগুলিতে ইজরায়েলী পরিবারগুলো একটি অপহৃত ইজরায়েলি সৈনিক গিলাদ শালিতের প্রত্যাবর্তনের ইঙ্গিত করে আরেকটি খালি চেয়ার যোগ করেছে।På senare år har israeliska familjer även börjat ställa fram en tom stol åt den kidnappade israeliske soldaten Gilad Shalit, med förhoppningen att även han ska återvända.
34ঘটনাক্রমে মিশর সীমান্ত অতিক্রম করার কারণে মিশরে বন্দী থাকা ইজরায়েলি বেদুইন ঊদা তারাবিনকে উপেক্ষা করার জন্যে সাংবাদিক ইয়ার তারচিতস্কি ইজরায়েলি জনসাধারণকে নিয়ে কৌতুক করেছেন।Med hänvisning till denna sedvänja driver journalisten Yair Tarchitsky med den israeliska allmänheten för att de inte bryr sig om Ouda Tarabin [en] en israelisk beduin som sitter fängslad i Egypten för att av misstag ha korsat gränsen in till Egypten.
35@ইয়াইরতার: সুতরাং আমাদের সবার সন্তানের [সাধারণতঃ গিলাদ শালিতকে যেভাবে উল্লেখ করা হয়] জন্যে ইজরায়েলের প্রায় প্রতিটি বাড়ির টেবিলে একটি খালি চেয়ার রাখার কথা জেনে আবেগে আপ্লুত@yairtar [he]: Jag blir så rörd vid tanken på att nästan varje hem i Israel hållit en stol tom vid sitt bord åt Ouda Tarabin, alla israelers son [ett vanligt sätt att hänvisa till Gilad Shalit]
36ইজরায়েলী ব্লগার এবং সামাজিক ন্যায়বিচার এক্টিভিস্ট হাইম হার-যাহাভ লিখেছেন:Israeliske bloggaren och aktivisten för social rättvisa Haim Har-Zahav skrev:
37@হেইমএইচযেড: আমি যে কথাটি কখনো বলি না: “আগামী বছর জেরুজালে্মে” [সিডারকে বিদায় জানানো, নির্বাসন থেকে ইহুদিদের জেরুজালেমে প্রত্যাবর্তনের আশার সংকেত], কারণ আমি আশা করি পরের সিডারটি আমি ইজরায়েলে করবো জেরুজালেম নয় [প্রধানতঃ অতি-গোঁড়া ইহুদিতে পরিপূর্ণ]।@haimhz [he]: Jag yttrar aldrig meningen: “Nästa år i Jerusalem” [vilken avslutar Seder, en referens till judarnas hopp om att en dag återvända till Jerusalem], eftersom jag hoppas att nästa Seder jag firar blir i Israel, inte Jerusalem [till stor del befolkat av ultra-ortodoxa judar].
38#নরকেবসবাস#LivingInHell
39এবং তারপর ছিল সিডারের নিজেরই বিরামহীন টুইট নিয়ে আলোচনা করা বিভিন্ন টুইট:Och sedan fanns det tweets som diskuterade just det konstanta tweetandet under Seder:
40ডুডি রোজেনথাল কৌতুক করেছেন:Dudi Rosenthal skämtade:
41@ডুডিরোজেনথাল: টেবিলের নিচে টুইট করা অবস্থায় আমাকে আমার স্ত্রী প্রায় ধরেই ফেলেছিল।@DudiRosenthal [he]: Min fru ertappade mig nästan med att tweeta under bordet.
42ভাগ্যক্রমে বুদ্ধি থাকায় আমি তাকে স্বমেহন করার কথা বলেছিলামMen som tur är är jag snabbtänkt och sa att jag höll på att masturbera
43লিরন লিখেছেন:Liron skrev:
44লিরন্ট: ২০% হাগ্গাদা, ৬০% ইনস্টাগ্রাম আর টুইটার, ১০% হোয়াটসঅ্যাপ এবং এসএমএস।
45১০% আমার আশেপাশের মানুষের সাথে কথা বলা।@liront [he]: 20% Haggada.
46এভাবেই সিডার শেষ হয়েছে।60% Instagram och Tw