Sentence alignment for gv-ben-20111028-20974.xml (html) - gv-swe-20111019-751.xml (html)

#benswe
1দক্ষিণ কোরিয়া: সিউলে ওয়াল স্ট্রিট দখল বিক্ষোভের ছবিSydkorea: Bilder från “Occupy Wall Street”-protesten i Seoul
2এই পোস্টটি আমাদের #অকুপাই ওয়ার্ল্ডওয়াইড (বিশ্বব্যাপী দখল) সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।
3ওয়াল স্ট্রিট দখল অভিযান অবশেষে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছে।“Occupy Wall Street”-rörelsen har landat i den sydkoreanska huvudstaden, Seoul.
4প্রচন্ড বৃষ্টিপাত, বজ্রপাত আর বিদ্যুত চমক আর হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়া সত্ত্বেও প্রায় ৩০০ মানুষ সিউল দখল প্রতিবাদে একত্র হয়েছিলেন গত ১৫ই অক্টোবর, ২০১১ তারিখে।Trots kraftigt regn, blixt och åska, och ett plötsligt temperaturfall, samlades cirka 300 personer för “Occupy Seoul”-protesten den 15:e oktober 2011.
5প্রথমে তারা সিউলের অর্থনৈতিক কেন্দ্র ইউইদোতে ফাইন্যানশিয়াল সুপারভাইজরি সার্ভিসের সামনে একত্র হন আর এর পরে সিউলের শহরতলীর বিভিন্ন স্থানে মিছিল করেন।De samlades först utanför finansinspektionen på Yeouido, Seouls finansiella kärna, och marscherade senare vidare till andra platser i centrala Seoul.
6যারা অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন এমন তরুণ আর কর্মীদের করা এসংক্রান্ত টুইট আর ছবিতে জীবন্ত হয়ে ওঠে টুইটার জগৎ।Twitter-sfären lös upp med twittringar och bilder skickade av unga människor och aktivister som protesterade ekonomisk ojämlikhet.
7কিছু ছবি দক্ষিণ কোরিয়ার নাগরিক সংবাদ সাইট উইকি ট্রিতেও পোস্ট করা হয়।Några bilder las också upp [ko] på Wiki Tree, Sydkoreas medborgarnyhetssida på Internet.
8মিন গিয়ং চুল (@এমজিসি০৯০৯) বিক্ষোভের বেশ কিছু ছবি টুইট করেন।Min Gyeong-Chul (@mgc0909) twittrade flera bilder från protesten.
9নীচের ছবিতে তার শিরোনাম (কোরিয়ান ভাষায়) হলো, ‘আমরা ফাইন্যানশিয়াল সুপারভাইজরি সার্ভিসের প্রধান কার্যালয়ের সামনে।Hans bildtext [ko] för bilden nedan lyder: “Vi står mitt emot finansinspektionens högkvarter.
10প্রচন্ড বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে, কিন্তু আমরা ৯৯% ওই ১% এর অর্থনৈতিক ঠকানোর প্রতিবাদ করছি।Det spöregnar och blixtrar hätfigt, men vi, de 99 procenten, står emot den rikaste procentens ekonomiska exploatering.
11‘সিউলে ইউইদো ঘেরাও কর'!‘Ockupera Yeouido i Seoul!'”.
12এখানে ইউইদো থেকে তোলা আর একটি ছবি:Det här är en annan bild han tog på Yeouido:
13টুইটার ব্যবহারকারী @এমজিসি০৯০৯ এর সৌজন্যেUpplagd av Twitter-användaren @mgc0909
14বুসান সঞ্চয় ব্যাংকের ব্যার্থতার শিকারদের বসে বিক্ষোভের ছবি নীচেরটা।Bilden nedan är från en sittstrejk utförd av offren för Busan Sparbanks misslyckanden.
15জোরালো গুজব আছে যে এই ব্যাংক অর্থ ব্যবহার করেছে তাদের অনিয়ম ঢাকার জন্য সরকারী আমলা আর সাংসদদের লবি করার জন্য।De har framförts allvarliga anklagelser om att denna skandalomsusade sparbank har använt mutfonder för att öva påtryckningar på regeringstjänstemän och lagstiftare i syfte att dölja sina oegentligheter.
16সাংবাদিক আর দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী টুইটার ব্যবহারকারী হু জে-ইয়োন (@উইলাভহানি) একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একজন নাগরিক ‘প্রতিশোধ' লেখা মুখোশ পরে আছেন। তার শিরোনামে লেখা আছে, ‘একজন নাগরিক এসেছেন ইউইদোর লোভী ওইসব কর্পোরেশন দখল করতে।‘Huh Jae-Yeon (@welovehani), journalist och mycket inflytelserik twittrare i Sydkorea, la upp en bild av en medborgare som bar en “V för Vendetta”-mask. Hans bildtext lyder: “En medborgare kom att ockupera de giriga finansföretagen i Yeouido.”
17ইটার ব্যবহারকারী @উইলাভহানি এর সৌজন্যেUpplagd av Twitter-användaren @welovehani
18পুলিশ শহরতলী সিউলের বিক্ষোভ আটকানোর চেষ্টা করেন।Polisen försökte blockera protesten i centrala Seoul.
19টুইটার ব্যবহারকারী @বিউলফ৯৬ টুইট করেছেন [কোরিয়ান ভাষায়]:Twitter-användaren @Bwolf96 twittrade [ko]:
20আমি যেমন ধারণা করেছিলাম- তারা ওয়াল স্ট্রিট দখল বিক্ষোভ আটকানোর চেষ্টা করেছিল, বেআইনি বলে।De försökte blockera “Occupy Wall Street”-protesten genom att kalla den olaglig.
21আমরা কেন এটা করতে পারবো না যখন বাকি পৃথিবী করছে?Varför kan vi inte göra det [protestera] när resten av världen gör det?
22বিষ্ময়কর না যে রক্ষণশীল দক্ষিন কোরিয়ার মিডিয়া কড়াভাবে এই বিক্ষোভকে খারাপ, রাজনৈতিক প্রণোদিত কাজ বলে অভিহিত করেছে।Föga överraskande framförde konservativ sydkoreansk media fram grova anklagelser om att protesten var en lömsk, politiskt manipulerad aktion.
23জোন-গু (@অজকেপপ) তাদের এই দাবীর বিরুদ্ধে টুইট করেছেন:Oh Jun-Gyu (@ojkpop) twittrade [ko] mot det påståendet:
24কখন এইসব রক্ষণশীল মিডিয়া বকা বন্ধ করবে!När kommer den konservativa median nånsin sluta svamla!
25তারা ওয়াল স্ট্রিটের বিক্ষোভকে বিশুদ্ধ (তৃণমূল) বিক্ষোভ বলছেন, আর অকুপাই সিউলকে দোষ দিচ্ছেন কোন (খারাপ) চিন্তার জন্য।De kallar Wall Street-protesten en ren (gräsrots)rörelse, medan de anklagar Occupy Seoul för att vara “ansatt av vissa (lömska) intentioner”.
26দেখুন ওয়াল স্ট্রিটের বিক্ষোভ একটা ‘রাজনৈতিক' বিক্ষোভ যেখানে ধনীদের আয়কর দেয়া আর সমাজে সাম্যতা আনার কথা বলা হচ্ছে।Du förstår, Wall Street-protesten är en “politisk” protest som kräver beskattning av rikedomar och återinförandet av rättvisa i samhället.
27আর তারা ঠিক।Och de har rätt.
28একই ভাবে ঠিক অকুপাই সিউল (সিউল দখল) ও।Detsamma gäller Occupy Seoul.
29তবে কিছু তরুন অকুপাই সিউলের জোরালো সমালোচনা করেছেন, তারা বলেছেন যে যুক্তরাষ্ট্রের অকুপাই ওয়াল স্ট্রিট আর অকুপাই সিউল আপেল আর কমলার মতো আলাদা।Emellertid kritiserade vissa unga människor starkt “Occupy Seoul”-protesten med argumentet att “Occupy Wall Street” i USA och “Occupy Seoul” är som äpplen och apelsiner [ko].
30কেউ কেউ আরো এগিয়ে গিয়ে সরাসরি অপমান করেছেন।Några gick ännu längre och utstötte rena förolämpningar.
31ও মি-মি (@মিমি নুনা) টুইট করেছেন:Oh Mi-Mi (@Mimi_nuna) twittrade [ko]:
32সব ভন্ড যারা ওয়াল স্ট্রিটের বিক্ষোভ এখানে করছে!Ni ligister som gör Wall Street-protesten!
33আপনারাই সব সময় ‘যুক্তরাষ্ট্র-বিরোধী, যুক্তরাষ্ট্র-বিরোধী' এমন কথা বলতেন।Ni är dem som brukade säga “anti-USA, anti-USA!” hela tiden.
34কিন্তু আপনারা সব সময়ে যুক্তরাষ্ট্রকে নকল করেন আর এখন তাদের বিক্ষোভকেও নকল করছেন?Men ni kopierar alltid USA och nu kopierar ni deras protester?
35এই কারনেই বিভিন্ন জায়গায় আপনাদের সাথে অন্যায় ব্যবহার করা হয়।Det är därför ni blir behandlade orättvist på många ställen, era Zombies!
36বেশ কয়েকজন আরো সংযত হয়ে তাদের মতামত দিয়েছেন, ব্যাখ্যা করে যে যদিও বিক্ষোভটা অর্থপূর্ণ, খুব কম অংশগ্রহণকারী এর মানে বুঝতে পেরেছে।Många reagerade mer rationellt genom att förklara att även om protesten i sig är meningsfull är det inte många närvarande som verkligen begriper dess koncept.
37রে ওয়ং (@রে০৪০৩) টুইট করেছেন:Rhee Woong (@Rhee0403) twittrade [ko]:
38দক্ষিণ কোরিয়াতে, যারা খোলাখুলিভাবে ওয়াল স্ট্রিট এর বিক্ষোভের সমর্থন করেন তারাও আসলে বিক্ষোভের বিষয়টা ধরতে পারছেন না।T.o.m. människor som öppet stödjer Wall Street-protesten i Sydkorea förstår egentligen inte protestens agenda.
39কেউ কেউ এটাকে পুঁজিবাদের বিরুদ্ধে বামপন্থীদের আবরোধ মনে করছেন।Vissa förstår den som vänstermänniskors motstånd gentemot kapitalismen.
40কিন্তু এটা তার বাইরে। এটা তৃণমূল আর সুবিধাভোগী শ্রেনীর মধ্যে বিশাল একটা সংঘাত।Men det går bortom det. Det är en monumental strid mellan gräsrötterna och de privilegierade.
41সাধারণ মানুষের জন্য এটা জীবন মৃত্যুর ব্যাপার।Det är en fråga om liv och död för dessa vanliga människor.
42কর্মীরা জানাচ্ছেন যে অক্টোবর ২১, ২০১১ তারিখে আর একটা অকুপাই সিউল বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।Aktivistgrupper säger att det finns en annan “Occupy Seoul”-protest planerad till den 21:a oktober 2011.