# | ben | swe |
---|
1 | বাংলাদেশে হিজড়া’রা ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি পেল | Hijras har fått en separat könskategori i Bangladesh |
2 | | Hijras [sv], den sydasiatiska feminina genusidentiteten som en del personer som fötts som män eller intersexuella anslutit sig till, kommer nu att behandlas [en] som en separat könsgrupp i Bangladesh, något som tillåter dessa personer att identifiera sig som hijra i officiella dokument, som till exempel i sina pass. |
3 | বাংলাদেশে এখন থেকে হিজড়াদের আলাদা লিঙ্গ হিসেবে বিবেচনা করা হবে। সরকার গত ১১ই নভেম্বর এ বিষয়ে একটি নীতিমালা অনুমোদন করেছে। | Landets premiärminister tillkännagav regeringens beslut den 11 november, 2013, kort efter Tysklands meddelande att de kommer att börja med att erbjuda en tredje könskategori [en] på födelsebevis. |
4 | সম্প্রতি জার্মানীও তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দিয়েছে। | Det bor just nu minst 10 000 hijras i landet. |
5 | এই স্বীকৃতির ফলে পাসপোর্টসহ সব ধরনের সরকারি নথিপত্রে ব্যক্তির লিঙ্গ পরিচয় হিসেবে ‘নারী' ও 'পুরুষের' পাশাপাশি ‘হিজড়া' হিসেবে চিহ্নিত করার সুযোগ থাকবে। | För dem är beslutet en seger, det ger dem ett tredje kön [sv] som varken är kvinnligt eller manligt och som är giltigt i hela landet. |
6 | বাংলাদেশে বর্তমানে ১০ হাজার হিজড়া বাস করে। | Dessa individer upplever att deras rättigheter har skymfats både av deras familjer och av samhället i stort. |
7 | বাংলাদেশের সামাজিক বাস্তবতায় এ ধরনের ব্যক্তিদের ‘নিচু' দৃষ্টিতে দেখা হয় বলে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র- সব জায়গাতেই তাদের হতে হয় নিগৃহীত, অধিকারবঞ্চিত এবং তারা দল বেধে আলাদা থাকে। | |
8 | বাংলাদেশের বেশ কিছু সংগঠন দীর্ঘদিন ধরে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে আসছিলেন। | Ett exempel på detta är det faktum att de har tvingats leva tillsammans i isolerade grupper. |
9 | সুন্দরী প্রতিযোগিতায় হিজড়া'রা! | Hijraorganisationer har länge begärt ett officiellt erkännande [en] av ett tredje kön. |
10 | ছবি তুলেছেন মোহাম্মদ আসাদ। | Hijras i en skönhetstävling. |
11 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১৮/১১/২০১১) | Foto taget av Mohammad asad. |
12 | নেটিজেনরা হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়াটাকে সাধুবাদ জানিয়েছেন। | |
13 | হযরত বিনয় ভদ্র (@hazratb9bhodroe) এটাকে একটি বড়ো অর্জন হিসেবে দেখছেন। | Copywright: Demotix (18/11/2011) |
14 | তিনি টুইট করেছেন: | Flertal nätinvånare applåderar utvecklingen. |
15 | হিজড়াদের রাষ্ট্রের লৈঙ্গিক স্বীকৃতি বিরাট অর্জন, গো এহেড বাংলাদেশ | Hazrat Binoy Bhodroe (@hazratb9bhodroe) poängterade på Twitter att regeringens beslut är ett stort steg: |
16 | - hazrat binoy bhodroe (@hazratb9bhodroe) November 11, 2013 | Hijras får ett statligt erkännande. |
17 | সাবরিনা হক (@sab918) মনে করে এটা লিঙ্গ বৈষম্য কমিয়ে আনবে: | De har åstadkommit något väldigt stort. |
18 | খুব ভালো খবর! | Gå framåt Bangladesh! |
19 | বাংলাদেশ লিঙ্গ সমতার দিকে এগিয়ে যাচ্ছে। | Sabrina Haque (@sab918) hoppades att det kommer att innebära slutet för könsdiskriminering: |
20 | দেশের জনগণের লিঙ্গ পরিচয় নির্ধারণ করেছে। | Fantastiskt. #Bangladesh utökar #jämnlikheten och definieringen av genus för sin befolkning. |
21 | স্মিতা গাইথ (@smitagaith) টুইট করেছেন: | Smita Gaith (@smitagaith) twittrade: |
22 | ওয়াও! বেশ বড়ো স্বীকৃতি এটা! | Wow, detta är enormt! |
23 | রিটুইট @sepiamutiny: বাংলাদেশে হিজড়ারা এখন আইনত আলাদা লিঙ্গ। | #Hijras har nu lagligt fått en separat #genusgrupp i #Bangladesh |
24 | ব্ল্যাক মাম্বা (@Snoozfest) বলেছেন: | Blaque Mamba (@Snoozfest) nämnde: |
25 | পশ্চিমারা চাইলে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে। | Väst måste lära sig av #Bangladesh. |
26 | বাংলাদেশে হিজড়ারা এখন আলাদা লিঙ্গ। | #Hijras är nu en separat genusgrupp i Bangladesh. |
27 | সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই, যেমন আইরিন সুলতানা (@ireen_sl): | ireen sultana (@ireen_sl) berömde utvecklingen: |
28 | একদম শেষ সময়ে হলেও এমন একটি পদক্ষেপকে চূড়ান্ত রূপ দেয়ার জন্য সরকারকে আন্তরিক সাধুবাদ। | |
29 | হিজড়াদের ‘লিঙ্গ… http://t.co/0SfYP9GEJT - ireen sultana (@ireen_sl) November 11, 2013 | Gratulationer till regeringen för beslutet, som de tagit i sista stund (av sin regeringsperiod). |