# | ben | swe |
---|
1 | মার্কিন যুক্তরাষ্ট্র: অভিবাসী সংস্কৃতি বিরুদ্ধে আরেকটি আঘাত | USA: Ytterligare ett angrepp på invandrarkultur [Alla länkar går till engelskspråkiga sidor om inte annat anges.] |
2 | ১৯৯৮ সালে আরিজোনার টাকসনে পাবলিক স্কুলের পাঠ্যক্রম থেকে মেক্সিকান-আমেরিকান শিক্ষা কর্মসূচী বাদ দেয়ায় বিক্ষুদ্ধ পরিস্থিতি তৈরী হয়েছে। | Beslutet att eliminera mexikansk-amerikanska studier från offentliga skolors läroplaner, något som genomfördes i Tucson, Arizona, år 1998, har orsakat oerhörd ilska. |
3 | অনেকের কাছে, এই কর্মসূচীটি বাদ দেয়া এবং একটি বিপুল সংখ্যক বই বাজেয়াপ্ত করা অতি রক্ষণশীল পরিকল্পনার জীবন্ত উদাহরণ যা এই অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক বিস্তারকে হুমকির মুখে ফেলেছে। | För många är avskaffandet av programmet och beslagtagandet av ett stort antal böcker ett gott exempel på den ultrakonservativa agenda som hotar regionens kulturella och historiska bredd. |
4 | গত জানুয়ারিতে টাকসনের স্বাধীন স্কুল জেলার অধীক্ষক জন হাপেথাল এই সিদ্ধান্তটিকে অনুমোদন দিয়েছেন এইচবি ২২৮১ আইনের এআরএস-১৫-১১২ সংবিধির উপর ভিত্তি করে। | Beslutet, som godkändes i januari av föreståndaren för Tucsons friskolekoncern, John Huppethal, bygger på HB 2281 lagens ARS-15-112-stadga. |
5 | জেসমিন ভিলা ল্যাটিনিটাসম্যাগাজিনে যেমন ব্যাখ্যা করেছেন এই আইন যে সমস্ত কোর্স বা ক্লাস নিষিদ্ধ করে যেগুলো: | Som förklaras av Jasmine Villa i LatinitasMagazine, förbjuder denna lag kurser eller klasser som: |
6 | এখানে বাজেয়াপ্ত কিছু বইয়ের একটি তালিকা দেয়া হল: | Här är en lista med några av de beslagtagna böckerna: |
7 | সম্পূর্ণ তালিকাটি পড়ার জন্যে এখানে ক্লিক করুন। | Klicka här för att läsa hela listan. |
8 | এখানে টাকসনে নৃ-জাতিগোষ্ঠী শিক্ষা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ছাত্র ও শিক্ষকদের প্রতিবাদের একটি ভিডিও: | Nedan följer en video av elevernas och lärarnas protest mot förbudet mot etniska studier i Tucson: |
9 | প্রত্যাশিতভাবেই রাষ্ট্র যে সংহতি নিয়ন্ত্রণ করতে চেয়েছে তা শুধুমাত্র টাকসনে নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে। | Som väntat har solidariteten, som staten ville kontrollera, inte bara märkts i Tucson utan i flera regioner över hela USA. |
10 | শিক্ষা, সাহিত্য এবং মতামত প্রকাশের স্বাধীনতায় নিবেদিত বিভিন্ন প্রতিষ্ঠান এবং অন্যান্য লেখকদের পাশাপাশি জুনোৎ দিয়াজ, লরা এস্কুইভেল, আনা কাস্তিলো এই অসাংবিধানিক পদক্ষেপটি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন। | Junot Díaz, Laura Esquivel, Ana Castillo, med flera författare, samt olika organisationer för utbildning, litteratur och yttrandefrihet har offentligt förkastat denna grundlagsstridiga åtgärd. Internetpetitioner har skapats, liksom bloggar för att stödja återinstalleringen av mexikanska-amerikanska läroplaner. |
11 | মেক্সিকান-আমেরিকান শিক্ষা পাঠ্যক্রম পুনরায় চালুর সমর্থনে বিভিন্ন অনলাইন পিটিশনের পাশাপাশি ব্লগ নির্মিত হয়েছে। | Exempelvis Banning History accepterar videor där folk läser, sjunger eller visar bitar av de censurerade böckerna. "Man kan inte censurera böcker", gatukonst från Tucson, Arizona. |
12 | উদাহরণস্বরূপ, ইতিহাস নিষিদ্ধকরণ, নিষিদ্ধ বইগুলোর অংশবিশেষ পাঠ করছে, গাইছে বা প্রদর্শন করছে এমন ভিডিও গ্রহণ করছে। | Foto av Flickr-användaren crjp. Publicerad under CC BY-NC 2.0 licens. |
13 | দর্শনের পুনর্বিবেচনা সঙ্গে যৌথভাবে সক্রিয় শিক্ষক দল, টিএজি সচেতনতা বাড়াতে “কোন ইতিহাসই বেআইনী নয়: আমাদের গল্প সংরক্ষণের একটি প্রচারাভিযান” নামক একটি প্রচারণা চালু করে। | Teacher Activist Grup, TAG, (en aktivistgrupp för lärare) i samarbete med Rethinking Schools, har också lanserat en kampanj för att öka medvetenheten benämnd “Ingen historia är olaglig: en kampanj för att rädda våra berättelser”. |
14 | তারা অবশ্য কথা বলার স্বাধীনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ক বিভিন্ন পাঠসহযোগে নিষিদ্ধ কর্মসূচির পাঠ্যক্রমভিত্তিক একটি বর্ধিত পাঠ্যসূচি প্রস্তুত করেন। | De har också skapat en utökad läroplan som bygger på lektioner från det förbjudna programmet, med kompletterade lektioner angående kampen för yttrandefrihet och kulturell mångfald. |
15 | নিশ্চিতভাবেই সংহতির এই তরঙ্গ আরো শক্তিশালী হবে কারণ এটি ক্ষমতার অপব্যবহার, ভয় এবং বর্ণবাদের খুব কার্যকর একটি প্রতিষেধক। | Denna solidaritetsvåg kommer definitivt att bli starkare eftersom den utgör ett mycket effektivt motgift mot missbruk av makt, rädsla och rasism. |
16 | মার্চে লিব্রোত্রাফিকান্তে ক্যারাভান টেক্সাসের হাউস্টন থেকে আরিজোনার টাকসনে পৌঁছাবে নিষিদ্ধ বইগুলো বিতরণের জন্যে। | Librotraficante-karavanen anländer från Houston, Texas, till Tucson, Arizona, i mars för att dela ut censurerade böcker. |
17 | এখানে লেখক টনি ডিয়াজ আয়োজিত ক্যারাভান প্রজেক্টের একটি ভিডিও। | Nedan följer en video om karavanprojektet, som organiserats av författaren Tony Díaz. |