# | ben | swe |
---|
1 | ইরান: নিরাপত্তা বাহিনী আরো একবার পোষা কুকুর আটক করছে | Iran: Hundar arresterade av säkerhetspolisen |
2 | তেহরানে নিরাপত্তা বাহিনীর হাতে আটক পোষা কুকুর। | Hundar som arresterats av säkerhetspolisen i Teheran. |
3 | ছবি ইরানস্পাকা. কম-এর, অনুমতিক্রমে প্রকাশিত। | Foto av Iranspca.com, använd med tillstånd. |
4 | ইরানের রাজধানী তেহরানে আবার পোষা কুকুর আটক করা শুরু হয়েছে, এবং ২০০৭ ও২০১১ সালে একই ধরনের ঘটনা ঘটেছিল। | Hundar som hålls som husdjur har återigen arresterats i Teheran, Iran, av säkerhetspolisen, i en upprepning av händelserna år 2007 och 2011 [en]. |
5 | পরাবাস্তব কিন্তু সত্য। | Bizarrt, men sant. |
6 | পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধে ইরানী সমাজ নামক প্রতিষ্ঠান সংবাদ প্রদান করেছে যে [ফরাসী ভাষায়], যখন কুকুরের মালিকেরা সেগুলোকে হাঁটাতে পারদেশিয়ান নামক উদ্যানে নিয়ে যায়, তখন সেগুলোকে গ্রেফতার করা হয়। | Den iranska djurskyddsorganisationen Society for Prevention of Cruelty Against Animals rapporterar [fa] att ungefär 20 hundar arresterades förra veckan i Pardisan-parken medan deras ägare var ute och gick med dem. Hundarna har transporterats till ett center; vi kan kalla det fängelse. |
7 | কুকুরগুলোকে একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেটিকে আমরা জেল বলে অভিহিত করব। | Ägarna har hittills misslyckats med sina försök att få hundarna tillbaka. |
8 | এই সব কুকুরের মালিকেরা এখন পর্যন্ত তাদের কুকুরগুলোকে উক্ত জেল থেকে ছাড়িয়ে আনতে ব্যর্থ হয়েছে। | |
9 | নীচের এই ভিডিওটি প্রদর্শন করছে যে, উক্ত কেন্দ্রে থাকা কুকুরগুলো অস্বস্থিকর অবস্থায় রয়েছে। | Videon nedan visar de upprörda djuren bakom galler. |
10 | দৃশ্যত মনে হচ্ছে যে “মানুষের সেরা বন্ধু” প্রাণীটি ইরান সরকারের শত্রু। | Det verkar som om “människans bästa vän” är den islamiska republikens fiende. |
11 | ইরান সরকার কুকুর পোষাকে একটি অনৈসলামিক সংস্কৃতি বলে মনে করে, কিন্তু বেশীরভাগ ক্ষেত্রে তারা বিষয়টিকে মেনে নেয়। | Irans regering anser att det är icke-islamiskt att ha hundar som husdjur, men har för det mesta tolererat företeelsen. |
12 | এটি সম্ভব হয়েছে কারণ ইরানে যারা কুকুর পোষে, তাদের বেশীর ভাগই শহুরে এবং শিক্ষিত তরুণ। তবে সম্ভবত কুকুর এখন আরো বেশী সরকারী ঘৃণার জন্ম দিচ্ছে। | Det är möjligt att, då de flesta hundägare återfinns Irans utbildade ungdom i städerna, att deras hundar återigen utgör förevändningen för fientliga handlingar från officiellt håll mot just denna grupp. |