Sentence alignment for gv-ben-20110827-19638.xml (html) - gv-swe-20110903-248.xml (html)

#benswe
1ইরান: লিবিয়ায় ইসলামের পুনঃজাগরণ নাকি ন্যাটোর জয়?Iran: “Islamiskt uppvaknande” eller seger för NATO i Libyen?
2এই প্রবন্ধটি লিবিয়া গণ জাগরণ-২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।Det här är en artikel från vår specialbevakning av Revolten i Libyen 2011.
3ইরানের নাগরিকরা গভীর মনোযোগের সাথে লিবিয়ার সাম্প্রতিক ঘটনাবলীর উপর নজর রাখছে, এবং এখানকার সাইবার স্পেস মন্তব্য, পোস্ট এবং টুইটে ভরে গেছে।Iranska medborgare fortsätter att följa den senaste utvecklingen i Libyen med stort intresse och flödar cyberrymden med kommentarer, inlägg och twittringar.
4এদিকে যখন ইরানের কিছু কর্মকর্তা এবং কূটনীতিবিদ এই ঘটনাকে “ইসলামের পুনঃজাগরণ” হিসবে অভিহিত করছে, সে সময় ইরানের ব্লগার বেদনে অনভান একটি ছবি প্রকাশ করেছে, এতে দেখা যাচ্ছে গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা এক ব্যক্তি যুক্তরাষ্ট্রে পতাকাকে চুমু খাচ্ছে: ” পরিহাসক্রমে এর শিরোনাম দেওয়া হয়েছে” ইসলামের পুনঃজাগরণ !”Samtidigt som vissa iranska ämbetsmän och diplomater kallar Libyens revolution för “ett islamiskt uppvaknande”, publicerade den iranske bloggaren Bedone Onvan ett foto av en rebell och tillika Qaddafi-motståndare som kysser USA:s flagga, med den ironiska bildtexten: “Islamiskt uppvaknande!”
5আনাদিশেলিখেছে[ফার্সী ভাষায়]:Andishe skriver [fa]:
6এটা এখনো পরিষ্কার নয় যে ন্যাটো যে গাদ্দাফিকে ক্ষমতা থেকে উৎখাত করতে বিদ্রোহীদের সাহায্য করছে তা লিবিয়ার জনগণের জন্য ভালো হবে কি না।Det är fortfarande inte klart ifall NATO:s medverkan till att störta Qaddafis regim i slutändan kommer att gynna den libyska befolkningen.
7তবে এটা নিশ্চিত ভাবে বলা যায় যে, ন্যাটোর সাহায্য ছাড়া লিবিয়ার এই স্বৈরশাসককে ক্ষমতা থেকে উৎখাত করা অসম্ভব।Men det är att uppenbart att utan NATO:s hjälp skulle det vara omöjligt att göra sig av med den libyska diktatorn.
8আমার মতে, যে স্বৈরশাসক তার নিজের জনতাকে খুন করে এবং কাল্পনিক যে কোন ধরনের অপরাধ করতে পিছপা হয় না, শক্তিশালী কোন হস্তক্ষেপ ছাড়া তাকে ক্ষমতা থেকে উৎখাত করা সম্ভব নয়।Min åsikt är, att diktatorer som mördar sitt eget folk och inte ser något problem i att begå vad än otänkbart brott, kommer inte att försvinna från scenen tills det att en mäktigare hand ingriper.
9২০ মার্চ, ২০১১-এ লিবিয়ায় তার অভিযান শেষে রয়াল এয়ার ফোর্স টাইফুন নামক বিমান বাহিনীর বিমান।Royal Air Force Typhoon-flygplan efter ett uppdrag i Libyen den 20:e mars, 2011.
10ছবি ন্যাটোর ফ্লিকার পাতা থেকে নেওয়া হয়েছে (ফেয়ার ইউজেজ বা সীমিত অনুমোদন)Foto: N.A.T.O. på Flickr (
11বামদাদি তার পাঠকদের একটি প্রশ্ন জিজ্ঞেস করেছে : ” আফ্রিকার মধ্যে কোন রাষ্ট্রটি মানব উন্নয়ন তালিকায় সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছে?”Bamdadi ställer sina läsare frågan: “Vilket land i Afrika har högst poäng på Human Development Index?”
12এই প্রশ্নের উত্তর দেবার জন্য একটি লিঙ্ক যুক্ত করা হয়েছে: আর সেই দেশটির নাম লিবিয়া!En länk ger svaret på frågan: det är Libyen!
13ব্লগার এর সাথে যোগ করেছে, “আর অবশ্যই, তা ছিল গৃহযুদ্ধ শুরুর আগে” আরেকটি পোস্টে, বামদাদি বলছে [ফার্সী ভাষায়]:Bloggaren tillägger, “Givetvis var detta innan inbördeskrig bröt ut i landet”. I ett annat inlägg säger Bamdadi[fa]:
14ন্যাটো এবং পশ্চিমা বাহিনী লিবিয়ায় একটা নতুন রাজনৈতিক দলকে ক্ষমতা নিয়ে আসার ক্ষেত্রে যে সফল হতে যাচ্ছে, আমি বুঝতে পারি না কেন এই ঘটনায় অনেক ইরানী আনন্দিত?Jag förstår inte varför NATO:s och västerländska länders framgång i att föra en ny politisk grupp till makten skulle göra vissa iranier glada?
15… হয়ত তারা মনে করে যে একটা নতুন ক্ষমতাসীন শাসকগোষ্ঠী মানে স্বাধীনতার দিকে একধাপ এগিয়ে যাওয়া?… Kanske tror de att en [ny regim] skulle föra landet ett steg närmare frihet?
16নিশ্চিত ভাবে বলা যায় তার মজা করছে, যে সব দেশ লিবিয়ায় বোমা বর্ষণ করেছে তারা সেটি বিশ্বাস করে না।De måste skämta. Länderna som bombade Libyen trodde inte på det. Vilken frihet?
17কিসের স্বাধীনতা? এটা বিশ্বাস করে আপনি খুব বোকামী করবেন… যে সমস্ত শক্তিশালী রাষ্ট্র কৌশলে দুর্বল রাষ্ট্রের উপর হস্তক্ষেপ করে এবং ধ্বংস করে, তাদের কাছে সামরিক বাহিনীর চেয়ে স্বাধীনতার মানে সমান্য।Man måste vara väldigt naiv för att tro på det… frihet borde bära åtminstone lite mer mening än att världens mäktigaste länders militär ingriper och ödelägger ett klent land med hjälp av luriga knep.
18সেকুলার লিখেছে [ফার্সী ভাষায়]:Secular skriver [fa]:
19ইরান এবং লিবিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে, দ্বিতীয় রাষ্ট্রের জনতা গাদ্দাফির সাথে সম্পর্ক ত্যাগ করা রাজীতিবিদদের সমর্থন প্রদান করেছে, কিন্তু কিছু ইরানী তা সমর্থন করেছে না [ ইরানের সরকার বিরোধী আন্দোলনকে], যদিও এর নেতামীর হুসাইন মৌসাভী ২০ বছর ধরে ক্ষমতা থেকে বিতাড়িত।Skillnaden mellan iranier och libyer är att de sistnämnda stödde avhoppade politiska personligheter som bröt med Qaddafis regim, medan vissa iranier inte ville stödja [oppositionsrörelsens] Mir Hussein Mousavi trots att han stått utanför regimens maktstruktur i ungefär 20 år.
20সাধারণত ইরানীরা বলে থাকে [যারা ক্ষমতায় আছে এবং যারা সংস্কারবাদী] সবাই সমান।Iranier säger vanligtvis att de [maktinnehavare och reformister] är alla likadana.