Sentence alignment for gv-ben-20120905-30178.xml (html) - gv-swe-20120820-3345.xml (html)

#benswe
1ইকুয়েডরের রাজনৈতিক আশ্রয়ে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জEcuador beviljar WikiLeaks grundare Julian Assange asyl
2অনেক প্রত্যাশার পরে ইকুয়েডর ঘোষণা করেছে যে তারা উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় প্রদান করবে।Efter spända förväntningar [en] tillkännagav Ecuador att man beviljat politisk asyl [en] till WikiLeaks grundare, Julian Assange.
3১৬ই আগস্ট, ২০১২ তারিখ ইকুয়েডরের স্থানীয় সময় দুপুর ১টা এবং লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টায় ইকুয়েডরীয় পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনো এই ঘোষণা দেন।Ecuadors utrikesminister Ricardo Patiño kom med meddelandet kl. 7.00 lokal tid (14.00 London), den 16 augusti 2012. Rättvisa för Assange [en] förklarar:
4এসাঞ্জের জন্যে ন্যায়বিচার যেমন ব্যাখ্যা করেছে:Assange is currently under the protection of the Ecuadorean embassy.
5He has requested asylum based on a well-founded fear of persecution, torture or death in the United States in connection with the publication of truthful information of matters of interest to the public through his work with WikiLeaks.
6বর্তমানে অ্যাসাঞ্জ ইকুয়েডরীয় দূতাবাসের সুরক্ষার অধীনে রয়েছেন।Assange är för närvarande under beskydd av Ecuadors ambassad.
7উইকিলিকসে তার কাজের মাধ্যমে জনস্বার্থে সত্য তথ্য প্রকাশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে নিগ্রহ, নির্যাতন বা মৃত্যুর একটি সুপ্রতিষ্ঠিত আশংকায় তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।Han har begärt asyl grundat på en rimlig rädsla för förföljelse, tortyr eller avrättning i USA i samband med publicering av sanningenlig information rörande angelägenheter av allmänt intresse under sitt arbete med WikiLeaks.
8নাগরিক সাংবাদিক জেমস আলবারি (@আলবারিজে) লন্ডনের ইকুয়েডরীয় দূতাবাসের বাইরে থেকে সরাসরি-ঘটনাপ্রবাহ জানাচ্ছেন।Amatörjournalisten James Albury (@alburyj) har bidragit med live-streaming [en] utanför Ecuadors ambassad i London.
9টুইটার অ্যাকাউন্ট অ্যাসাঞ্জের জন্যে ন্যায়বিচার (@সুইডেনবনামঅ্যাসাঞ্জ) লিখেছে:Twitterkontot Rättvisa för Assange (@swedenvsassange) tillade:
10@সুইডেনবনামএসাঞ্জ: ১কোটি ৩০লক্ষ লোকের লাতিন আমেরিকার একটি দেশে সমগ্র বিশ্বের জনগণের জানার অধিকার সুরক্ষার একটি সিদ্ধান্ত নিয়েছে।@swedenvsassange: A Latin American country of 13 million people has taken a decision to protect the right to know of the entire world's population.
11#অ্যাসাঞ্জ#assange
12১৬ই আগস্ট, ২০১২ তারিখে লন্ডনের ইকুয়েডরীয় দূতাবাসের বিপরীত দাঁড়িয়ে থাকা গণমাধ্যম।Ett latinamerikanskt land på 13 miljoner människor har bestämt sig för att skydda hela världens rätt till information.
13ছবি সি লি, কপি স্বত্ত্ব ডেমোটিক্স।Mediauppbådet utanför den ecuadorianska ambassaden i London den 16 augusti 16, 2012.
14ঘোষণাটির অব্যবহিত পরেই প্রতিক্রিয়া ব্যক্ত করে যুক্তরাজ্যের পররাষ্ট্র এবং কমনওয়েলথ দপ্তর (@বৈদেশিকদপ্তর) :Foto av See Li, upphovsrätt Demotix. Det brittiska utrikesministeriet (@foreignoffice) reagerade omedelbart på meddelandet:
15@foreignoffice: We are disappointed by the statement from Ecuador's Foreign Minister that #Ecuador has offered political asylum to Julian #Assange.
16@বৈদেশিকদপ্তর: জুলিয়ান #অ্যাসাঞ্জকে #ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে - আমরা ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতিতে হতাশ।Vi är besvikna på uttalandet från Ecuadors utrikesminister om att Ecuador har erbjudit Julian Assange politisk asyl.
17@বৈদেশিকদপ্তর: যুক্তরাজ্যের কর্তৃপক্ষের কাছে জনাব অ্যাসাঞ্জের আবেদনের সমস্ত সুযোগ শেষ হওয়ায় আমাদের আইন অনুসারে (আমরা) তাকে সুইডেনে প্রত্যাবাসিত করতে বাধ্য@foreignoffice: Under our law, with Mr Assange having exhausted all options of appeal UK authorities are under binding obligation to extradite him to Sweden.
18Enligt vår lag, då Assange har uttömt alla alternativ om överklagande, är det brittiska myndigheters plikt att utlämna honom till Sverige.
19@বৈদেশিকদপ্তর: আমরা সেই বাধ্যবাধকতা পালন করবো।@foreignoffice: We shall carry out that obligation.
20ইকুয়েডরীয় সরকারের আজ বিকেলের সিদ্ধান্তটি সেটার কোন পরিবর্তন ঘটাবে না।The Ecuadorian Government's decision this afternoon does not change that.
21#অ্যাসাঞ্জ#Assange
22@বৈদেশিকদপ্তর: প্রত্যাবাসন আইনের বাধ্যবাধকতা পালনের সুযোগ দেয় এমন একটি সমঝোতামূলক সমাধানের জন্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।Vi skall genomföra vår plikt. Besluten tagna denna eftermiddag av Ecuadors regeringen ändrar inte saken.
23@foreignoffice: We remain committed to a negotiated solution that allows us to carry out our obligations under the Extradition Act. #Assange
24Vi förblir hängivna en framförhandlad lösning som tillåter oss att förverkliga vår plikt enligt lagen för utlämning.
25#অ্যাসাঞ্জ এই সব টুইটের জবাবে উইকিলিকস (@উইকিলিকস) লিখেছে:Som svar till dessa Twitterinlägg skriver WikiLeaks (@wikileaks):
26@উইকিলিকস: অবশ্যই এটা একটা চালাকি মাত্র।@wikileaks: Which is of course just spin.
27যুক্তরাজ্যের জাতিসংঘের শরণার্থী (রাজনৈতিক আশ্রয়) অর্থাৎ উদ্বাস্তু অধিকার এবং এর অন্যান্য চুক্তি স্বীকারের একটি আবশ্যিক বাধ্যবাধকতা রয়েছে।The UK is under a binding obligation to recognize asylum, the rights of refugees and its other UN agreements.
28গতকাল ১৫ই আগস্ট ইকুয়েডর যুক্তরাজ্যের পক্ষ থেকে একটি চিঠি পাওয়ার পর থেকে ইকুয়েডরসহ সারা বিশ্বের নেটনাগরিকরা বিষয়টি নিয়ে আলোচনা করছে।Vilket självklart bara är snack. Storbritannien är bundet till FN:s överenskommelser angående erkännande av asyl, flyktingars rättigheter och annat.
29বিবিসি রিপোর্ট অনুসারে পাতিনো বুধবার জানিয়েছেন: “আজকে আমরা যুক্তরাজ্যের কাছ থেকে লিখিত একটি প্রকাশ্য হুমকি পেয়েছি যে আমরা জুলিয়ান অ্যাসাঞ্জকে হস্তান্তর না করলে তারা লন্ডনে আমাদের দূতাবাসে জোর করে ঢুকে পড়তে পারে।”Nätmedborgare från Ecuador och världen över har diskuterat frågan sedan igår, den 15 augusti, då Ecuador fick ett brev från Storbritannien. BBC [en] rapporterade i onsdags att Patiño sagt: “Idag delgav Storbritannien ett klart skriftligt hot om eventuell anstormning av vår ambassad i London om Julian Assange inte avvisas.”
30উইকিলিকস এই হুমকিটির বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে যাতে উল্লেখ করা হয়েছে যে:WikiLeaks besvarade med en uttalande [en] angående hotet:
31Any transgression against the sanctity of the embassy is a unilateral and shameful act, and a violation of the Vienna Convention, which protects embassies worldwide.
32দূতাবাসের পবিত্রতার বিরুদ্ধে অসদাচরণ একটি একতরফা ও লজ্জাজনক কর্ম এবং বিশ্বব্যাপী দূতাবাস সুরক্ষার ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন।Varje överträdelse mot ambassadens oantastlighet är ett ensidigt och skamligt agerande och en kränkning av Wienkonventionen, som skyddar ambassader över hela världen
33এই চিঠিটির খবর প্রকাশিত হওয়ার পরে জ্যাকব এপলবৌম (@আইওভুল) অ্যাসাঞ্জকে সমর্থনের জন্যে লন্ডনের জনগণের প্রতি আহবান জানান:När nyheten om detta brev släpptes uppmanade Jacob Appelbaum (@ioerror) människor i London att stödja Assange:
34@আইওভুল: আপনি কী লন্ডনে আছেন?@ioerror: Are you in London?
35জুলিয়ান অ্যাসাঞ্জ, #উইকিলিকস এবং সর্বত্র রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের অধিকার সমর্থন করার জন্যে ইকুয়েডরীয় দূতাবাসে চলে যান!Go to the Ecuadorian embassy to support Julian Assange, #wikileaks and the right of asylum seekers everywhere! Befinner du dig i London?
36ইতোমধ্যে মানবাধিকার এবং পররাষ্ট্রনীতি বিষয়ক লেখক এবং বিশ্লেষক জশ শাহরিয়ার (@জেশাহরিয়ার) টুইট করেছেন:Gå till Ecuadors ambassad och stötta Julian Assange, #wikileaks och alla flyktingars rätt till asyl.
37@জেশাহরিয়ার: জুলিয়ান #অ্যাসাঞ্জ এর ভক্ত নই, তবে লন্ডনে ইকুয়েডরীয় দূতাবাসে জোর করে ঢুকে পড়ার ব্রিটিশ হুমকি এমন লজ্জা এবং ন্যক্কারজনক যে তা ভাষায় প্রকাশ করার মতো নয়।Samtidigt twittrade Josh Shahryar (@JShahryar), skribent och analytiker inom mänskliga rättigheter och utrikespolitik: @JShahryar: Inte ett “fan” av Julian #Assange, men det brittiska hotet att storma Ecuadors ambassad är skamligt och vidrigt bortom allt förnuft.
38১৬ই আগস্ট, ২০১২ তারিখে একজন পুলিশ লোকটিকে ইকুয়েডরীয় দূতাবাস থেকে আরো দূরে সরে যেতে বলছে।En polis ber mannen flytta sig längre bort ifrån Ecuadors ambassad den 16 augusti, 2012.
39ছবি সি লি, কপিস্বত্ত্ব ডেমোটিক্স।Foto av See Li, upphovsrätt Demotix
40ইকুয়েডর অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিবে একথা ঘোষণা করার পরে ইকুয়েডরের গুয়াকুইল থেকে ব্যবহারকারী @রবার্টটিটো১৯৯১ [স্প্যানিশ ভাষায়] লিখেছেন:Efter Ecuadors uttalande om beviljandet av asyl till Assange, skriver användaren @robertito1991 [es] från Guayaquil, Ecuador:
41@রবার্টটিটো১৯৯১ [স্প্যানিশ ভাষায়]: ইকুয়েডর হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনকে তাদের নিজস্ব কিছু ঔষধ প্রদানকারী বিশ্বের সবচেয়ে বিখ্যাত দেশ #এসিলোএসাঞ্জ @লেজিওনজেজে @এনোনোপশিসপ্যানো@robertito1991 [es]: Ecuador [en] är det mest berömda landet i världen för att det låter USA och Storbritannien smaka på sin egen medicin.
42তবে সব ইকুয়েডরবাসী এই খবরে সন্তুষ্ট নয়।#AsiloAssange @LegionJJ @anonopshispano
43@জিয়ান্নিমক [স্প্যানিশ ভাষায়] এবং ফার কাসকান্তে (@ফারকাসকান্তে) [স্প্যানিশ ভাষায়] এর মতো কেউ কেউ আবার মিডিয়ার সঙ্গে রাষ্ট্রপতি রাফায়েল কোড়িয়ার ঝঞ্ঝাপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেছেন:Men inte alla i Ecuador är glada över nyheterna och några, som @GiannyMoc [sp] och Fer Cascante (@FerCascante) [sp], påminde om President Rafael Correas stormiga [en] förhållande till media:
44@ফারকাসকান্তে [স্প্যানিশ ভাষায়]: খোদার দোহাই, আমরা কোন দেশে বসবাস করি?@FerCascante [es]: För guds skull, vilket land är det vi bor i?
45তারা #এসিলোঅ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, তবে তারা সংবাদপত্রের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না।De beviljar asyl till #AsiloAssange Assange och respekterar inte tryckfriheten, vilken motsägelse!
46কী রকম স্ববিরোধিতা এটা!Andra, som Elías Suárez (@Slashzer) [sp], är misstänksamma:
47এলিয়াস সুয়ারেজের মতো অনেকে (@স্ল্যাশজার) [স্প্যানিশ ভাষায়] সন্দিহান:@Slashzer [es]: Correa vill ha någonting Assange har, utan tvekan.
48@স্ল্যাশজার [স্প্যানিশ ভাষায়]: কোড়িয়া এমন কিছু চায় যা অ্যাসাঞ্জের কাছে আছে, এবিষয়ে কোন সন্দেহ নেই।Medan andra hyllar och gratulerar Ecuadors regering, som David Jimenez Abad (@DavidJimenezA93) [sp], från Cuenca, Ecuador:
49অথচ ইকুয়েডরের কিউয়েন্সা এলাকার ডেভিড জিমেনেজ আবাদের (@ডেভিডজিমেনেজএ৯৩) [স্প্যানিশ ভাষায়] মতো অন্যরা উদযাপন করছে আর অভিবাদন জানাচ্ছে ইকুয়েডর সরকারকে:@DavidJimenezA93 [es]: Det är bra att Ecuador beviljar asyl till Assange #AsiloAssange och inte ger efter för internationella påtryckningar.
50@ডেভিডজিমেনেজএ৯৩ [স্প্যানিশ ভাষায়]: ভাল কথা যে আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার না করে ইকুয়েডর অ্যাসাঞ্জ #এসিলোএসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে।Som säkerhetsforskaren Dillan Beresford (@d1n) påpekar är detta inte slutet: @d1n: It's not over yet.
51নিরাপত্তা গবেষক দিলান বেরেসফোর্ড (@ডি১এন) উল্লেখ করেছেন যে এই মামলাটি এখনো শেষ হয়নি:Political asylum *should* but does not guarantee Julian Assange safe passage into Ecuador.
52@ডি১এন: এটা এখনো শেষ হয়নি।@d1n: Än är det inte över.
53*উচিৎ* হলেও রাজনৈতিক আশ্রয় জুলিয়ান অ্যাসাঞ্জকে ইকুয়েডরে নিরাপদ অনুপ্রবেশের নিশ্চয়তা দিবে না।Politisk asyl *bör* ge men garanterar inte Julian Assange säker passage till Ecuador.
54সম্প্রতি দি গার্ডিয়ানের সরাসরি কাভারেজ উল্লেখ করেছে যে “সুইডেন অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় প্রদান করাকে ‘অগ্রহণযোগ্য' আখ্যায়িত করে ইকুয়েডরের রাষ্ট্রদূতকে স্টকহোমে তলব করেছে।”The Guardian [en] rapporterade nyligen att “Sverige har kallat Ecuadors ambassadör till Stockholm, och kallar beviljandet av asyl till Assange ‘oacceptabelt'.”