Sentence alignment for gv-ben-20110924-20206.xml (html) - gv-swe-20110928-508.xml (html)

#benswe
1ইউক্রেনঃ লিঙ্গীয় সমতার বিষয়ে তরুণদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রUkraina: ungdomars kortfilmer för jämställdhet
2ইউক্রেনের নারীরা গড়ে উচ্চ শিক্ষিত, কিন্তু তারপরেও তারা একই পেশায় কাজ করা পুরুষ সহকর্মীর চেয়ে ৩০ শতাংশ কম বেতন পান।Den genomsnittliga ukrainska kvinnan är välutbildad men tjänar ändå drygt 30 procent mindre [en] än den genomsnittliga mannen på en liknande position.
3একজন নারী বেশিরভাগ সময় বেকার হয়ে থাকে, কিংবা তাকে চুক্তি ভিত্তিক কোন পেশায় নিয়োগ দেওয়া হয় না, কারণ হয়ত সে গর্ভবতী হয়ে পড়তে পারে।Det är mer troligt att hon kommer bli arbetslös eller inte bli anställd alls för att hon kanske blir gravid.
4এমনকি যদিও তার কোন সন্তান না থাকে, তারপরে ঘরের বেশির ভাগ দায়িত্ব তাকে পালন করতে হয়, যা তার পেশায় এগিয়ে যাবার পথে এক বাধা।Även om hon inte har några barn så tar hon fortfarande hand om större delen av hushållssysslor [en] vilket hämmar hennes karriärutveckling.
5এছাড়া উক্ত নারীর ঘরোয়া নির্যাতনের অভিজ্ঞতার মুখোমুখি হবার সম্ভাবনা ৫০ শতাংশ।Hon löper också nära 50 procents risk [en] för att uppleva våld i sitt hem.
6যেখানে ইউক্রেনের সংবিধান সহ আইন, নারী এবং পুরুষের মাঝে আইনগত সাম্যতার বিধান করে, কিন্তু আইনী বৈষম্য দুর করা এবং তার প্রয়োগ বেশ কঠিন একটা কাজ।Ukrainas lagar, samt landets konstitution, fastställer en laglig jämställdhet mellan män och kvinnor. Ändå är det en svår uppgift att brygga klyftan mellan att stifta lag och att verkställa den.
7তবে প্রথাগত মনোভাব এবং মূল্যবোধ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, এবং সাধারণ নাগরিক ও একই সাথে নারী অধিকার প্রবক্তারা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।Dock börjar traditionella värderingar långsamt att förändras, och likväl vanliga medborgare som kvinnorättsförespråkare spelar en viktig roll för processen.
8যেমন, আগস্ট, ২০১০-এ, ১,০০০ জন নাগরিক ইউক্রেনের রাজধানী কিয়েভে ঘরোয়া নির্যাতনের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য এক শোভাযাত্রায় অংশ নেয় [ইউক্রেনীয় ভাষায়] এবং শত শত স্বেচ্ছাসেবী কর্মী ঘরোয়া নির্যাতন বিষয়ক এক প্রচারণায় অংশ গ্রহণ করে।Ett exempel är augusti, 2010, när över 1,000 people marscherade [en] i Ukrainas huvudstad Kiev för att fördöma våld i hemmet, och hundratals frivilliga anslöt sig till kampanjen för medvetenhet om våld i hemmet.
9তরুণ ইউক্রেনীয় নাগরিকদের জন্য ভিডিও প্রতিযোগিতাVideotävling för unga ukrainier
10১৭ জুন ১০ সেপ্টেম্বর, ২০১১ পর্যন্ত, মেধাবী একদল তরুণ লিঙ্গীয় বিষয়ক এক প্রতিযোগিতা “লিঙ্গীয় সমতা”-এর জন্য নিজেদের তোলা ভিডিও জমা দেয় [ইউক্রেনীয় ভাষায়]।Mellan 17:e juni och 10:e september 2011 lämnade [en] en grupp av talangfulla ungdomar in sina bidrag till en kortfilmstävling om kön som hette “Jämlikhetens gen”.
11এতে অংশগ্রহণকারীদের দুটি বিভাগ “ লিঙ্গীয় সমতার জন্য ৫ মিনিট” অথবা “ ঘরোয়া নির্যাতন প্রতিরোধে ৫ মিনিট”-এর যে কোন একটির জন্য ৫ মিনিটের ভিডিও চিত্র তৈরি করতে বলা হয়েছিল।Deltagarna var tvungna att producera filmer om fem minuter i en av två kategorier: “5 minuter av jämställdhet” eller “5 minuters förhindrande av våld i hemmet.”
12এই প্রতিযোগিতার স্পন্সর ছিল ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট ইউরোপীয়ান ইউনিয়ন প্রোগ্রাম এবং ইউক্রেনের ইউরোপীয়ান ইউনিয়ন ডেলিগেশন।Tävlingen sponsras av Förenta Nationernas utvecklingsprogram och EUs delegation för Ukraina.
13এই প্রতিযোগিতায় একদল বিচারক বিজয়ীকে নির্বাচিত করবে, তবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোকে আগে ইউটিউব ব্যবহারকারীরা ভোটে প্রদান করবে।Vinnarna utses av en jury men kortfilmer kommer även att få röster av YouTube-användare.
14ইতোমধ্যে অনলাইনে এই সব ভিডিও ৫০,০০০ বার দেখা হয়েছে, এবং সেরা চলচ্চিত্রটি অক্টোবর ২০১১-এ, কিয়েভে অনুষ্ঠিত লিঙ্গ বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।Videorna har redan visats närapå 50,000 gånger och de bästa kommer visas på Kievs “short gender film”-festival som ska ta plats i Kiev i oktober, 2011.
15নীচে নির্বাচিত কয়েকটি চলচ্চিত্র রয়েছে, যা যে কোন ভাষাভাষীর মানুষ বুঝতে পারবে, এবং এই প্রতিযোগিতার জন্য জমা দেওয়া আরো কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আপনারা ইউটিউবের, জেন্ডারটিউবে দেখতে পাবেন।Nedan finns ett urval av kortfilmer som alla kan förstå oavsett språk och du kan se fler bidrag på Youtubesidan GenderTube.
16“ “পরিবারের ভেতর সহিংসতা- জীবন করে খণ্ডবিখণ্ড”- নির্মাতা “ইনফিনিটি””“Våld inom familjen - ett liv slitet i bitar” - av “Infinity”
17“ “মনোযোগের কেন্দ্রকে পরিবর্তন করুন-নারীকে কেবল এক যৌন সামগ্রী হিসেবে বিবেচনা করবেন না”- নির্মাতা “ জাস্ট এ কিলো”“Ändra ditt fokus - uppfatta inte bara en kvinna som ett sexobjekt” - av “Just a kilo”
18“আর আপনার পরিবারের কি অবস্থা?” নির্মাতা “দিডিভাইন এ্যানিমেটর”“Och Hur Är Det I Din Familj?” - av “Divine Animators”
19“কারুশিল্পের কোন লিঙ্গীয় পরিচয় নেই”- নির্মাতা “ননএ্যাম_গ্রুপ”“Hantverk har inget kön - av “NONAME_GROUP”