Sentence alignment for gv-ben-20140121-40946.xml (html) - gv-swe-20140224-4565.xml (html)

#benswe
1কিভাবে কার্টুন চরিত্র ‘মীনা’ বদলে দিচ্ছে মেয়েদের প্রতি দক্ষিণ এশিয়ার সমাজগুলোর নেতিবাচক ধারনাSeriefiguren Meena förändrar sydasiatiska attityder till flickor Skärmsläpp som visar omslaget till en seriebok om Meena.
2মীনার কমিক বইয়ের কভার পাতা।Bild från UNICEF
3ছবি ইউনিসেফের সৌজন্যে আজ থেকে ২০-২৫ বছর আগে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মেয়েদের অবস্থা ছিল করুণ।För bara två decennier sedan höll många kvinnor i en del av länderna i Sydasien en mycket låg status.
4তখন গ্রামের বেশির ভাগ মেয়েকে পড়তে দেওয়া হতো না।Främst fick många flickor bosatta på landsbygden inte alls studera.
5সবার ধারণা ছিল, মেয়েরা ঘর-সংসার করবে; তাদের লেখাপড়ার কী দরকার।Flickor giftes ju alltid bort så fort de vuxit upp, så vad var vitsen med skolgång?
6অল্প বয়সেই তাদের বিয়ে দেওয়া হতো।Pojkarna fick det bästa ur hushållets skafferier, flickorna fick resterna.
7মেয়েদের চেয়ে ছেলেদের ভালো ভালো খাবার দেওয়া হতো।Men denna diskriminerande inställning har genomgått en oerhörd förändring, delvis tack vare en seriefigur [en].
8কিন্তু আজ মেয়েদের নিয়ে এই নেতিবাচক ধারনার পরিবর্তন এসেছে।Den fiktiva flickan Meena [en] är stjärnan i ett sydasiatiskt barnprogram med samma namn.
9এই পরিবর্তনের পেছনে একটি কার্টুন চরিত্রের ব্যাপক ভূমিকা রয়েছে।Meena och hennes TV-serie är mycket populära i regionen, tack vare UNICEF.
10সেই কার্টুন চরিত্রের নাম মীনা। এই অঞ্চলের শিশু-কিশোরদের কাছে একটি অতি পরিচিত চরিত্র।UNICEF:s initiativ Meena Communication Initiative (MCI) skapades som ett masskommunikationsprojekt, med syfte att förändra de uppfattningar och beteenden som begränsade sydasiatiska flickors överlevnad, trygghet och utveckling.
11ইউনিসেফের সহায়তায় এই কার্টুন ধারাবাহিকটি নির্মিত হয়ে থাকে। বাংলাদেশ ছিল প্রথম দেশ যেখানে ১৯৯৩ সালে বিটিভিতে মীনার স্কুলে যাওয়ার গল্প দেখানো শুরু হয়।Bangladesh var det första land som fick bekanta sig med Meena när en film om hennes kamp att få gå i skolan visades på nationell TV i Bangladesh år 1993.
12এই কার্টুনের আরও জনপ্রিয় চরিত্র তার ভাই রাজু এবং তার পোষা টিয়াপাখি মিঠু।Övriga personer i berättelserna om Meena inkluderar hennes bror Raju och hennes papegoja Mithu.
13মীনা কার্টুনের মূল চরিত্র মীনা।Det här är Meena.
14ছবি উইকিমিডিয়া থেকে নেয়া হয়েছে।Bild från Wikimedia
15প্রায় দুদশক ধরে মীনা দেখিয়েছে কোটি মেয়েদের কি করা সম্ভব।Följande kan läsas i en av UNICEF:s tidigare rapporter:
16সে ইভ টিজিং থেকে শুরু করে এইচআইভি/এইডস বা মেয়েদের খেলার অধিকার সম্পর্কে তথ্য ও সমাধান দিয়েছে।Sedan hon skapades för 14 år sedan har hon visat miljontals kvinnor och flickor allt det som de kan uppnå.
17মীনার গল্পগুলো খুবই চিত্তাকর্ষক ও মজার, তবে সেগুলো দক্ষিণ এশিয়ার মেয়েদের বাস্তব সমস্যা নিয়ে কথা বলে তাই হৃদয় ছুঁয়ে যায়।Hon har spridit budskap om vitt skilda frågor, från hur man kan lösa problem med mobbning till att öppna dialog om HIV/AIDS samt till flickors rätt att idrotta.
18ইউনিসেফের মীনা কমিউনিকেশন ই্নিশিয়েটিভ নামক প্রচারণার দ্বারা মীনা কার্টুনের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা, স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও ব্যবহারে উৎসাহিত করা, মেয়েদের স্কুলে পাঠানো, কমবয়সী মেয়েদের বিয়ে থেকে স্কুলকে বেশি গুরুত্ব দেওয়া, যৌতুক বন্ধ করা, ছেলে-মেয়ে সমান পুষ্টি ও সুযোগ-সুবিধার দাবিদার, প্রয়োজনীয় ও সমঅধিকার পেলে মেয়েরাও অনেক কিছু হতে পারে তা বোঝানো, শহরের বাসায় বাসায় কাজে সাহায্য করে এমন মেয়েদের প্রতি সুবিচার ও তাঁদের প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে।Berättelserna om Meena är underhållande och roliga men fungerar även, i grunden, som en spegel för den verklighet sydasiatiska flickor lever i. Meena har talat för ett stopp för barnäktenskap och hemgiftssystem, förespråkat hygien vid toalettbesök såväl som skolgång för flickor, jämställdhet mellan pojkar och flickor samt hembiträdens rätt till utbildning.
19একটা বাচ্চা মেয়ের মাধ্যমে যে বার্তা দেয়া হচ্ছে, তা সবাইকে প্রভাবিত করছে।TV-serien lyfter fram de olika sätt på vilka flickor kan bidra till samhället, förutsatt att de ges samma möjligheter som pojkarna.
20Hur kan ett budskap som sprids av liten tecknad serie-flicka ha en sådan genomslagskraft att det lyckats med att förändra samhällen så radikalt?
21দৈনিক প্রথম আলো‘কে গৃহবধু নাজনীন রহমান জানিয়েছেন:Hemmafrun Naznin Rahman berättade nedanstående för tidningen Daily Prothom Alo [bn]:
22আমার মা জোহরা বেগম তাঁর দুই ছেলের বিয়েতে যৌতুক নিয়েছেন।Min mamma, Zohra Begum, krävde hemgift för sina två äldsta söner.
23তখনো টিভিতে মীনা দেখাতে শুরু করেনি।På den tiden visades inte “Meena”.
24তারপর যেই তিনি মীনা দেখতে শুরু করলেন, তাঁর চরিত্রে মেয়েদের প্রতি আলাদাভাবে একটা সহানুভূতি কাজ করতে লাগল।Efter att hon började titta på “Meena” har hon fått särskild sympati just för flickor. När hon gifte bort sin yngste son insåg vi hur “Meena” påverkat henne.
25তারপর যখন তাঁর ছোট ছেলের বিয়ে দিলেন, তখনই আমরা বুঝতে পারলাম তিনি মীনার দ্বারা কতটা প্রভাবিত।Hon krävde ingen hemgift för min lillebror. Shuvo Ankur skrev på BDNews24.com:s barnsida om de positiva förändringar som Meena gett upphov till:
26আম্মা আমার ছোট ভাইয়ের বিয়েতে যৌতুক নেননি।Meena var populärt redan från början. Förändringarna var märkbara strax efteråt.
27ইতিবাচক পরিবর্তন আসার কথা লিখেছেন শুভ অংকুরও:Förr brukade flickelever på landsbygden sluta skolan och börja arbete som hembiträden.
28প্রচার হবার পর থেকেই মীনা পেয়ে যায় দারুন জনপ্রিয়তা।Men situationen ändrades efter att Meena-programmet började visas.
29এবং এর ফলে আসতে থাকে বেশ কিছু পরিবর্তন।På TV fick inte heller Meena gå till skolan i början.
30আগে গ্রামাঞ্চলে মেয়ে শিশুদেরকে স্কুলে যেতে না দিয়ে বাড়ির কাজ করানো হতো।Men hon påverkade sin situation och fick tillstånd att gå i skolan.
31মীনা কার্টুন প্রচার হবার পর থেকে আস্তে আস্তে ঘটতে থাকে পরিবর্তন। কারণ মীনা কার্টুনেও দেখানো হয়েছে যে তাকে স্কুলে যেতে দেয়া হতো না।Meenas snabbtänkthet och intelligens gjorde det möjligt för henna att lära sig räkna och annan nödvändig kunskap, som räddade hennes far från att luras av andra människor.
32কিন্তু কিছু ঘটনার পরে তাকে স্কুলে যেতে দেয়া হয়।Hon räddade deras kor från att stjälas av en tjuv.
33এবং মীনা বিভিন্ন বুদ্ধিমত্তার পরিচয় রাখতে থাকে।Hennes intelligens vann popularitet och försummandet av flickor i sydasiatiska länder började långsamt försvinna.
34সে লেখাপড়া শিখে তার বাবাকে ঠকে যাবার হাত থেকে রক্ষা করে।Sohanur Rahman [bn] skrev på Kishorebarta att det tecknade programmet har mycket att lära folk:
35আবার বাড়ির গরু চুরি ঠেকায়।Vi har lärt oss mycket av Meena.
36এমনি সব কাজের জন্য মীনা হয়ে যায় সবার জনপ্রিয় এবং সার্কভুক্ত দেশগুলোতে মেয়ে শিশুদেরকে অবহেলাও কমে যেতে থাকে।Från 1990-talet och fram till idag har Meena blivit en stjärna och en speciell personlighet i vårt samhälle. Meena sänds även på radio.
37সোহানুর রহমান মীনা কার্টুন থেকে অনেক কিছু শেখার কথা উল্লেখ করেছেন:Farzana Islam Tithi, 24, röstskådespelaren som innehar Meenas roll, berättade för The Daily Star [en]:
38[…] মীনার কাছ থেকে আমরা অনেক কিছুই শিখেছি।Alla älskade Meena redan från barndomen och alla, oavsett ålder, följde ivrigt den tecknade programserien.
39সেই ৯০ দশক থেকে আজকের দিন প্রযন্ত প্রায় ১৭ বছর ধরে মীনা আমাদের সমাজের প্রতিটি মানুষের মনের মনিকোঠায় একটি উজ্জ্বল চরিত্র হিসেবে স্থান দখল করে নিয়েছে।Jag brukade också titta på den. Kanske det var då Meenas dialekt fastnade hos mig och jag tror att den känslan hjälpte mig när jag började göra rösten för Meena.
40টুইটার ব্যবহারকারী বেঙ্গলিথিঙ্কের (@bengalithingss) কাছে মীনা কার্টুন ছিল রোল মডেল:Twitteranvändaren Bengalithings betecknar Meena som ett föredöme:
41সত্যি বলছি, ছোটবেলায় মীনা কার্টুনের মীনা ছিল আমার রোল মডেল।För att vara uppriktig så var Meena från programmet Meena en av min barndoms föredömen.
42ইউনিসেফ বাংলাদেশের (@UNICEFBD) টুইটার অ্যাকাউন্ট থেকেও সমাজের নেতিবাচক ধারনা বদলে দেয়ার কথা উল্লেখ করা হয়েছে।#nosarcasm #truth #bengali- PerksOfBeingBengali♡ (@bengalithingss) October 24, 2013 Via sitt Twitterkonto påminner UNICEF Bangladesh (@UNICEFBD) oss:
43অ্যানিমেশন চরিত্র মীনা শিশুদের অনুপ্রাণিত করছে, সমাজের নেতিবাচক ধারনা দূর করতে ভুমিকা রাখছে।Den tecknade figuren Meena fortsätter att påverka barns liv och undanröja negativa sociala stereotyper… http://t.co/h5mbXHr64Y - UNICEF Bangladesh (@UNICEFBD) Den 24 december, 2013
44প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি, ঝরেপড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সামাজিক উদ্বুদ্ধকরণের জন্য প্রতিবছর ২৪ অক্টোবর বাংলাদেশে মীনা দিবস পালিত হয়ে থাকে।Den 24 oktober varje år firas “Meenadagen” [en] i Bangladesh med syfte att öka det allmänna, sociala medvetandet om betydelsen av skolgång för 100% av alla barn, fullföljandet av skolgången samt säkrandet av ordentlig utbildning för alla.
45মীনা দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাইরেও জনপ্রিয় হয়েছে।Enligt rapporter [bn] har Meena blivit populär även utanför den sydasiatiska regionen.
46আরবি, বার্মিজ, চীনাসহ ত্রিশটির বেশি ভাষায় এর ডার্বিং হয়েছে।Programmet har dubbats på över 30 språk, såsom arabiska, burmesiska och kinesiska.
47মীনা কমিক বইগুলো এখানে থেকে ডাউনলোড করা যাবে।Du kan ladda ner berättelser om Meena gratis här [en].