# | ben | swe |
---|
1 | ইজরায়েল: সিডার পাসওভার টুইট | Israel: Tweets från Seder-bordet under judiska Pesach |
2 | শুক্রবার ৬ই এপ্রিল রাতে ইহুদিদের পাসওভার ছুটি শুরু হলে লক্ষ লক্ষ ইজরায়েলী পরিবার ঐতিহ্যবাহী ভোজ উৎসব অনুষ্ঠান সিডার-এর জন্যে জড়ো হয়েছিল। | Den judiska högtiden Pesach inleddes på kvällen fredagen den 6 april och miljontals israeler samlades med sina familjer för att fira Seder, den traditionella högtidsmåltiden. |
3 | ভোজ উৎসবের পূর্বে হাগাদা পাঠ করা হয় যেখানে (অন্যান্য বিষয়ের সাথে) ইজরায়েলী জনগণের মিশর থেকে দলে দলে প্রস্থানের বর্ণনা রয়েছে। | Måltiden föregås av läsning av Haggada, vilken (bland annat) beskriver det israeliska folkets uttåg från Egypten. |
4 | পাসওভার সিডার দীর্ঘ হওয়ার জন্যে কুখ্যাত এবং নিয়ম অনুসরণ করা হলে ডিনার টেবিলের চারপাশে হাগাদা থেকে পড়ে গান গাইতে গাইতে খাবার গ্রহণে ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যায়। | Seder är känd för att vara långvarig. Följs den enligt reglerna påbörjas ätandet först efter att flera timmar redan tillbringats runt middagsbordet med sång och läsning ur Haggada. |
5 | সিডার ঐতিহ্যগতভাবে বর্ধিত পরিবারের সাথে উদযাপন করা হয় যা অনেকটা কুখ্যাত আমেরিকান থ্যাঙ্কসগিভিংয়েরই মতো একটি উপলক্ষ যখন কাউকে পরিবারের বিবদমান সদস্যদের সঙ্গে সময় কাটাতে বাধ্য করা হয়। | Seder, som traditionellt firas med familj och släktingar, är också ökänd för att vara - i stil med amerikanska Thanksgiving och den svenska julen - ett tillfälle då man tvingas umgås med släktingar man egentligen inte kommer överens med. |
6 | সিডার পাসওভারের অভিজ্ঞতা বর্ণনা করে টুইট করার কারণে রসবোধ এবং সন্দেহবাতিকতার জন্যে সুপরিচিত ইজরায়েলী টুইটার ব্যবহারকারীদের বেছে নেয়া হয়েছে। | Bordet är dukat för Pesach Seder. Bild av Gilabrand, Wikimedia Commons. |
7 | পাসওভার সিডারের জন্যে সাজানো টেবিল। গিলাব্র্যাণ্ডের ছবি, উইকিমিডিয়া কমন্স। | Israeliska Twitter-användare, kända för sin humor och cynism, tweetade om sina upplevelser om under Pesach Seder. |
8 | লিয়র ওরেন লিখেছেন: | Lior Oren skrev: |
9 | @এলোডিয়াম: যাদের সিডার করার জায়গা নেই আপনাদের তাদের কথা মনে করিয়ে দেয়ার জন্যে পাসওভার সন্ধ্যার মতো অন্য কিছুই নেই এবং তারা তাদের বাড়িতে নিঃসঙ্গ। | @alodium [he]: Det finns ingenting bättre än Pesach-kvällen för att påminna en om de människor som inte har någonstans att fira Seder, och sitter ensamma i sina hem. |
10 | একটা বিয়ার নিয়ে [পাসওভারে খাওয়া নিষিদ্ধ]। | Med en öl [förbjuden att dricka under Pesach]. |
11 | এবং তাদের ঈর্ষা করা | Och känna sig avundsjuk på dem. |
12 | রোতেম লিখেছেন: | Rotem skrev: |
13 | @রোতেমিজম: একটি আইন প্রস্তাব - পাসওভারের প্রতিদিন রাত ৮টা থেকে ১১টার মধ্যে সকল খুনীদের সাময়িকভাবে অপ্রকৃতিস্থ হিসেবে স্বীকার করা হবে। | @rotemism: Ett lagförslag: varje år under Pesach-kvällen, mellan kl 20 och 23, ska alla mord bedömas ha skett under inflytande av tillfällig galenskap. |
14 | আভিশে লিখেছেন: | Avishay skrev: |
15 | @আভিশে_বি: আমরা তখনো [সিডার] শুরু করিনি, আগে আমি ইতোমধ্যে পেয়েছিলাম তিনবার “আপনার কবে বিয়ে হবে?” এবং চারবার “আর শিশুদের খবর কি?” | @avishay_b [he]: Vi har inte ens börjat än [med Seder] och jag har redan fått höra “när ska du gifta dig?” tre gånger och “och barn då?” fyra gånger. |
16 | আমির লিখেছেন: | Amir skrev: |
17 | @আমিরআইমন: রাত ৮:৩০ মি. এবং এমনকি এখনো আমরা শুরু করিনি। | @amirimon [he]: Klockan är 20.30 och vi har inte ens börjat än. |
18 | আমি খ্রিষ্টধর্মে দীক্ষিত হয়ে যেতে পারি | Nu omvänder jag mig till kristendomen |
19 | পাসওভার সপ্তাহে রেখে দেয়া (leavened) রুটি খাওয়ার উপর ধর্মীয়ভাবে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং ধার্মিক/ঐতিহ্যবাহী ইহুদীরা তাদের বাসগৃহ পরিষ্কার এবং পূর্বে ছুটি শুরুর আগের সব রুটি সরিয়ে ফেলার সর্বোচ্চ চেষ্টা করে। ডিকাপুচিনো কৌতুক করেছেন: | Med hänvisning till det strikta religiösa förbudet mot att äta syrat bröd under Pesach-veckan och den stora ansträngning [en] religiösa/traditionella judar gör för att städa sina hem och avlägsna allt bröd innan högtidens början, skojade DKapuchino: |
20 | @ডিকাপুচিনো: দিদিমা, আমি বাক্সে একটি রুটি টুকরো পেয়েছি। | @dkapuchino [he]: Mormor, jag hittade en brödsmula i en av fönsterluckorna. |
21 | আপনি নরকে যাচ্ছেন | Du kommer att hamna i helvetet |
22 | সঙ্গীতশিল্পী মুক্স ২০০০ রিপোর্ট করেছেন: | Musician Mux 2000 rapporterade: |
23 | @মুক্স২০০০: মাতাল। | @mux2000 [he]: Full. |
24 | টেবিলের বেশি গম্ভীর দিকটিতে অতিথিদের অসন্তুষ্টির উচ্চারণ সবার শৃঙ্খলা নষ্ট করছে। | Stör den allmänna ordningen till bakgrundsljudet från de missnöjda gästerna vid den seriösa änden av bordet. |
25 | ব্লগার গাল চেন লিখেছেন: | Bloggaren Gal Chen skrev: |
26 | @গালচএস: সারা বছরের জন্যে আবেগের যে দাগ রেখে যায়, সেই বিবেচনায় সিডার সত্যিই সংক্ষিপ্ত। | @galchs [he]: Med tanke på att kvällen lämnar känslomässiga ärr som varar i fler år är Seder egentligen ganska kort. |
27 | এবং অবশ্যই রাজনৈতিক টুইটও ছিল: | Och det fanns, naturligtvis, också politiska tweets: |
28 | নোয়া ড্রোর লিখেছেন: | Noa Dror skrev: |
29 | @নোয়া_ড্রোর: ইহুদিধর্মকে এতো ঘৃণা করানোর জন্যে আমি ইজরায়েল রাস্ট্রকে কখনোই ক্ষমা করবো না। | @noa_dror [he]: Jag kommer aldrig att förlåta staten Israel för att den fått mig att hata judendomen så mycket. |
30 | শুভ বসন্তের ছুটি [পাসওভা্রের একটি বিকল্প নাম] এবং একটি প্রত্যেকের জন্যে সহনীয় বন্ধ। | Glad Vårhögtid [en alternativ beteckning på Pesach] och en uthärdlig stängning för oss alla. |
31 | [প্রতিটি পাসওভারে ইজরায়েল অধিকৃত প্যালেস্টাইন অঞ্চলে সম্পূর্ণ বন্ধ করে রাখে] | [Varje Pesach stänger Israel Israel gränsen till de ockuperade palestinska territorierna] |
32 | পাসওভার সিডার টেবিলে নবী এলিজাহের জন্যে - যিশুখ্রিষ্টকে সঙ্গে নিয়ে তার ফিরে আসার প্রত্যাশা করে - একটি চেয়ার খালি রাখার রেওয়াজ রয়েছে। | En av traditionerna är att låta en stol vid Pesach Seder-bordet stå tom, avsedd för profeten Elia. Förhoppningen är att han ska återvända i samband med ankomsten av Messias. |
33 | সাম্প্রতিক বছরগুলিতে ইজরায়েলী পরিবারগুলো একটি অপহৃত ইজরায়েলি সৈনিক গিলাদ শালিতের প্রত্যাবর্তনের ইঙ্গিত করে আরেকটি খালি চেয়ার যোগ করেছে। | På senare år har israeliska familjer även börjat ställa fram en tom stol åt den kidnappade israeliske soldaten Gilad Shalit, med förhoppningen att även han ska återvända. |
34 | ঘটনাক্রমে মিশর সীমান্ত অতিক্রম করার কারণে মিশরে বন্দী থাকা ইজরায়েলি বেদুইন ঊদা তারাবিনকে উপেক্ষা করার জন্যে সাংবাদিক ইয়ার তারচিতস্কি ইজরায়েলি জনসাধারণকে নিয়ে কৌতুক করেছেন। | Med hänvisning till denna sedvänja driver journalisten Yair Tarchitsky med den israeliska allmänheten för att de inte bryr sig om Ouda Tarabin [en] en israelisk beduin som sitter fängslad i Egypten för att av misstag ha korsat gränsen in till Egypten. |
35 | @ইয়াইরতার: সুতরাং আমাদের সবার সন্তানের [সাধারণতঃ গিলাদ শালিতকে যেভাবে উল্লেখ করা হয়] জন্যে ইজরায়েলের প্রায় প্রতিটি বাড়ির টেবিলে একটি খালি চেয়ার রাখার কথা জেনে আবেগে আপ্লুত | @yairtar [he]: Jag blir så rörd vid tanken på att nästan varje hem i Israel hållit en stol tom vid sitt bord åt Ouda Tarabin, alla israelers son [ett vanligt sätt att hänvisa till Gilad Shalit] |
36 | ইজরায়েলী ব্লগার এবং সামাজিক ন্যায়বিচার এক্টিভিস্ট হাইম হার-যাহাভ লিখেছেন: | Israeliske bloggaren och aktivisten för social rättvisa Haim Har-Zahav skrev: |
37 | @হেইমএইচযেড: আমি যে কথাটি কখনো বলি না: “আগামী বছর জেরুজালে্মে” [সিডারকে বিদায় জানানো, নির্বাসন থেকে ইহুদিদের জেরুজালেমে প্রত্যাবর্তনের আশার সংকেত], কারণ আমি আশা করি পরের সিডারটি আমি ইজরায়েলে করবো জেরুজালেম নয় [প্রধানতঃ অতি-গোঁড়া ইহুদিতে পরিপূর্ণ]। | @haimhz [he]: Jag yttrar aldrig meningen: “Nästa år i Jerusalem” [vilken avslutar Seder, en referens till judarnas hopp om att en dag återvända till Jerusalem], eftersom jag hoppas att nästa Seder jag firar blir i Israel, inte Jerusalem [till stor del befolkat av ultra-ortodoxa judar]. |
38 | #নরকেবসবাস | #LivingInHell |
39 | এবং তারপর ছিল সিডারের নিজেরই বিরামহীন টুইট নিয়ে আলোচনা করা বিভিন্ন টুইট: | Och sedan fanns det tweets som diskuterade just det konstanta tweetandet under Seder: |
40 | ডুডি রোজেনথাল কৌতুক করেছেন: | Dudi Rosenthal skämtade: |
41 | @ডুডিরোজেনথাল: টেবিলের নিচে টুইট করা অবস্থায় আমাকে আমার স্ত্রী প্রায় ধরেই ফেলেছিল। | @DudiRosenthal [he]: Min fru ertappade mig nästan med att tweeta under bordet. |
42 | ভাগ্যক্রমে বুদ্ধি থাকায় আমি তাকে স্বমেহন করার কথা বলেছিলাম | Men som tur är är jag snabbtänkt och sa att jag höll på att masturbera |
43 | লিরন লিখেছেন: | Liron skrev: |
44 | লিরন্ট: ২০% হাগ্গাদা, ৬০% ইনস্টাগ্রাম আর টুইটার, ১০% হোয়াটসঅ্যাপ এবং এসএমএস। | |
45 | ১০% আমার আশেপাশের মানুষের সাথে কথা বলা। | @liront [he]: 20% Haggada. |
46 | এভাবেই সিডার শেষ হয়েছে। | 60% Instagram och Tw |