Sentence alignment for gv-ben-20130131-35052.xml (html) - gv-tur-20130201-782.xml (html)

#bentur
1মাও-এর চীনের দুটি সংস্করণ: প্রচারণার জন্যে ইতিহাস সংশোধনMao Döneminde İki Farklı Çin: Propaganda için Değiştirilen Tarih
2২৯-৩০শে জানুয়ারী, ২০১৩ শীর্ষ দশ মাইক্রো ব্লগের অন্যতম চীনের সবচেয়ে প্রভাবশালী মাইক্রো ব্লগিং মঞ্চ সিনা ওয়েইবোতে ঐতিহাসিক ছবির একটি সেট রয়েছে যাতে মাও যুগের (১৯৪৯-১৯৭৬) চীনা ইতিহাসের দুটি সংস্করণ দেখানো হয়েছে।Çin'in en önemli sosyal iletişim sitelerinden olan mikro-blog sitesi Sina Weibo'da, 29-30 Ocak 2013 tarihlerinde, Çin'in Mao Dönemini (1949-1976) [en] iki farklı şekilde anlatan, bazı tarihi fotoğraflar [zh] yayınlandı.
3“ইতিহাস কিভাবে সংশোধন করা হয়েছে?” এই সংক্ষিপ্ত মন্তব্যটিসহ @পঙইয়ং প্রকাশিত কোলাজ আকৃতির মাইক্রো ব্লগটিতে একদিনে ২,২৩৭টি প্রতিক্রিয়াসহ ১৩,৩৬২টি পুন:টুইট হয়েছে।Kolaj çalışması şeklindeki bu mikro-blog, @Pongyoung tarafından şu sözlerle birlikte yayınlandı: “Tarih nasıl değiştirildi?”, ve bu paylaşım sadece bir gün içinde 13362 kere, 2237 yorumla birlikte tweet edildi.
4প্রথমে ছবিগুলো এবং এদের ব্যাখ্যা ifeng.com (ইফেঙ্গ. কম) এর ইতিহাস চ্যানেলে [চীনা ভাষায়] প্রকাশিত হয়েছিল।Fotoğraflar ve açıklamalar daha önce ifeng.com adresindeki history channel‘da [zh] yayınlandı.
5আমাদের পাঠকদেরকে চীনা ইতিহাসের দুটি সংস্করণের মধ্যে পার্থক্য দেখতে সাহায্য করার জন্যে আমি কোলাজটি কেটে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ ১০টি ছবির সেট বানিয়েছি।Okuyucularımıza yardımcı olabilmek için Çin Tarihinin iki farklı versiyonunu gösteren 10 fotoğraflık bir kolajı kısa açıklamaları ile hazırlayıp kullanıma sundum.
6দ্বিতীয় ছবিটিতে অনুপস্থিত ব্যক্তি চীনা কমিউনিষ্ট পার্টির সাবেক নেতা লি বিয়াও ১৯৭১ সালে মস্কোতে পালানোর ব্যর্থ প্রচেষ্টার পরে একজন বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত হন।İkinci fotoğraftaki eksik kişinin adı Lin Biao, 1971 yılında Moskova'ya kaçma girişimi başarısız olunca hain olarak damgalanan giyen eski Çin Komünist Parti liderlerinden biri.
7পালানোর সময় তিনি একটি বিমান দুর্ঘটনায় নিহত হন।Kaçış sırasında uçağı düşünce hayatını kaybetti.
8অনুপস্থিত ব্যক্তিটি বিশিষ্ট চীনা কমিউনিস্ট সামরিক নেতা পেং দেহুয়াই।Eksik olan kişi Peng Dehuai, Çin Komünist ordusunun önde gelenlerinden biriydi.
9সাংস্কৃতিক বিপ্লবের সময় তিনি অভিযুক্ত হন এবং ১৯৭৪ সালে কারাগারে মারা যান।Kültür Devrimi sırasında yargılandı ve 1974 yılında hapiste öldü.
10মাও জেডং এবং জোসেফ স্তালিন: ছবি সংশোধনীর মাধ্যমে যুগের দু'জন মহান নেতাকে আলাদা করা হয়েছে।Fotoğraf dönemin en önemli iki liderini ortaya çıkarmak için değiştirildi, fotoğraftakiler: Mao Zedong ve Joseph Stalin.
11নেতাকে গুরুত্ব দেওয়ার জন্যে অপ্রাসঙ্গিক ব্যক্তিদেরকে মুছে দেওয়া হয়েছে।Lideri ortaya çıkarmak için fotoğraftaki önemsiz kişiler silinmiş.
12অনুপস্থিত ব্যক্তি পেং ঝেন, একজন প্রাক্তন সিসিপি (চীনা কমিউনিস্ট পার্টি) নেতা।Eksik olan kişi Peng Zhen, yine eski Çin Komünist Partisi liderlerinden.
13সাংস্কৃতিক বিপ্লবের সময় রাষ্ট্র বিষয়ে সাহিত্যের ভূমিকা নিয়ে মাও-এর দৃষ্টিভঙ্গীর সঙ্গে তার বিরোধিতার কারণে তাকে সরিয়ে ফেলা হয়েছে।Kültür Devrimi sırasında Mao'nun edebiyat hakkındaki görüşlerine karşı çıktığı için kendisiyle yollar ayrıldı.
14মঞ্চ দেখা যাচ্ছে না বলে ছাতা এবং এদের বহনকারীদের মুছে ফেলা হয়েছে।Şemsiyeler ve taşıyıcıları sahneden silindi.
15ছবিটি ১৯২৭ সালে বুদ্ধিজীবি এবং লেখকদের একটি দলের মধ্যে তোলা হয়েছিল - ঝৌ জিয়ানরেন, জু গুয়াংপিং, লু জুন (বাম থেকে সামনে) এবং সান জিফু, লিন ইউতাং, সান ফুইউয়ান (বাম থেকে পিছনে)।1927 yılında çekilen fotoğrafta dönemin entellektüelleri ve yazarları yer almakta - Zhou Jianren, Xu Guangping, Lu Xun (ön sıra soldan sağa) ve Sun Xifu, Lin Yutang, Sun Fuyuan (arka sıra soldan sağa).
16১৯৪৯ সালে লিন ইউতাং তাইওয়ানে পালিয়ে যান এবং ১৯৭৭ সালের মার্চে ছবিটি পুন:প্রকাশের সময় লিন ইউতাং এবং সান জিফুকে মুছে দেওয়া হয়েছে।Lin Yutang 1949 yılında Tayvan'a kaçtı ve 1977 yılında fotoğraf tekrar yayınlandığında Lin Yutang ve Sun Xifu fotoğraftan silinmişti.
17গণমুক্তি বাহিনীর যোদ্ধা লেই ফেংকে মৃত্যুর পর একজন আদর্শ নাগরিক হিসেবে গণ্য করা হয়।Lei Feng, Çin Halk Kurtuluş ordusu askeri, ölümünden sonra ideal vatandaş olarak resmedildi.
18রাজনৈতিক প্রচারণার চিরসবুজ প্রতীক হিসেবে একটি পাইন গাছকে তার ছবির পটভূমিতে বসিয়ে দেওয়া হয়েছে।Fotoğrafının arka görüntüsü siyasi propaganda için her zaman yeşillik içinde kalmayı simgeleyen çam ağaçlarıyla değiştirildi.
19মাও-এর যুগে ছবিটি প্রকাশের সময় মাও জেডং এর সঙ্গে ১৯৩৭ সালে রেড আর্মির শিবিরে প্রশিক্ষণ নেওয়া অনেক কমরেড অনুপস্থিত।1937 yılında Mao Zedong ile Kızıl Ordu'da yer alan bir çok yoldaş, Mao Dönemi'nde fotoğraf yayınlandığında ortada gözükmüyordu.
20১৯৮৬ সালে শুধুমাত্র দেং জিয়াও পিং এর যুগে আসল ছবিটি জনসমক্ষে এসেছে।Fotoğrafın orjinali 1986 yılında Deng Xiaoping döneminde ortaya çıktı.
21অনুপস্থিত ব্যক্তি রেন বিশি একজন প্রাক্তন সিসিপি (চীনা কমিউনিস্ট পার্টি) সামরিক এবং রাজনৈতিক নেতা।Eksik olan kişinin adı Ren Bishi, Çin Komünist Partisi askeri ve siyasi liderlerinden biri.
22এই ছবিটি ১৯৪০ সালে ঝৌ এনলাই এবং মাও জেডং এর সঙ্গে তোলা।Fotoğraf Zhou Enlai ve Mao Zedong ile beraber 1940 yılında çekildi.
23চীনা মুক্তিযুদ্ধের সময় তিনি অসুস্থ এবং ইউএসএসআর-এ (সোভিয়েত প্রজাতন্ত্র) হাসপাতালে ভর্তি থাকার জন্যে সমালোচিত হওয়ার কারণে তাকে মুছে ফেলা হয়েছে।Ren ise Çin'in özgürlük mücadelesi sırasında hasta olduğu ve sovyetlerde tedavi gördüğü için eleştirildi ve fotoğraftan silindi.