# | ben | tur |
---|
1 | এই বইগুলো পড়ার সৌভাগ্য হবে না আপনার, তবে নাতির নাতি-পুতিরা পড়তে পারবে! | |
2 | ছবির ডানের মহিলার নাম মার্গারেট অ্যাটউড। | Siz Bu Kitapları Okuyamazsınız Ama Torununuzun Torununun Torunu Okuyabilir |
3 | তিনি স্কটল্যান্ডের শিল্পী কেটি পিটারসনের কাছে ভবিষ্যতের পাঠাগার প্রকল্পের পাণ্ডুলিপি হস্তান্তর করছেন। | Margaret Atwood(sağda), eserini İskoç ressam Katie Paterson' ın(solda) 100 yılı kapsayacak projesini Gelecek Kütüphanesi'ne bağışladı. |
4 | ছবি কৃতজ্ঞতা: কেটি পিটারসন। | Fotoğraf: Katie Paterson |
5 | পাবলিক রেডিও ইন্টারন্যাশনালের দ্য ওয়ার্ল্ডের জন্য এই লেখা এবং রেডিও প্রতিবেদন তৈরি করেছেন সুসান্নাহ রোবাসন। | |
6 | আর প্রথম প্রকাশিত হয় ২০১৫ সালের ১৬ জুলাই তারিখে। কনটেন্ট শেয়ারিং চুক্তির আওতায় এখানে পুনর্প্রকাশিত হয়েছে। | Susannah Roberson tarafından The World için yapılan bu radyo röportajı ve makale aslında 16 Temmuz 2015′ te PRI.org' da çıktı ve içerik paylaşım sözleşmesinin bir parçası olarak burada yeniden yayımlanmaktadır. |
7 | টাইম ক্যাপসুলের কথা আমরা অনেকেই শুনেছি। | |
8 | তবে এটা সেটার থেকে একটু ভিন্ন। | |
9 | এর নাম দেয়া হয়েছে ভবিষ্যতের পাঠাগার। আর এটা নরওয়ের একটি বনে রূপ নিবে। | Hepimiz zaman kapsülleri hakkında duymuşuzdur; ama bu seferki birazcık farklı. |
10 | সেটা আবার কেমন? কিংবা কিভাবে কাজ করবে? | Bunun adı Gelecek Kütüphanesi ve Norveç' teki bir orman şeklinde. |
11 | অসলোর নর্ডমার্কা বনের বাইরে হাজারখানেক গাছ লাগানো হয়েছে। এই গাছ থেকে সে কাগজ পাওয়া যাবে, তা দিয়ে একশ' বছর পরে বই প্রকাশ করা হবে। | İşte şöyle çalışıyor: Oslo' nun hemen dışındaki bir orman olan Nordmarka' ya 1000 ağaç dikilir ve bu ağaçlar, dikimden 100 yıl sonra basılacak olan kitapların özel seçmeceleri için kağıt ihtiyacını karşılar. |
12 | স্কটল্যান্ডের শিল্পী কেটি পিটারসনের মাথায় প্রথম এই প্রকল্পের ধারনা আসে। | Bu proje, İskoç ressam Katie Paterson' ın buluşudur ve bu fikrin aklına karalama yaparken geldiğini söylüyor. |
13 | একদিন কাগজে হিজিবিজি করতে করতেই এই আইডিয়া পান। পিটারসন জানান, “একদিন আমি নোটবুকে স্কেচ করছিলাম। | Paterson, “Bir deftere ağaç halkaları şeklinde çok basit bir çizim yapıyordum ve birden bire ağaç halkaları ve kitaplardaki bölümler arasında bir bağlantı kurdum. |
14 | সিরিয়াস কোনো কাজ ছিল না। | ” dedi. |
15 | বৃক্ষের একটি বৃত্ত আঁকছিলাম আনমনে। | |
16 | আঁকতে আঁকতেই হঠাৎ খেয়াল করলাম, গাছের বৃত্তের সাথে বইয়ের অধ্যায়ের একটা যোগসূত্র রয়েছে।” | Paterson, bu 100 yıl adına koleksiyona katkı sağlaması için her yıl bir yazarı davet etmeyi planlıyor. |
17 | পিটারসনের এই প্রকল্পের সময়সীমা ১০০ বছর। | Ödüllü Kanadalı yazar Margaret Atwood Mayıs'ta eserini bağışlayarak projenin ilk yazarı oldu. |
18 | এজন্য তিনি পরিকল্পনা করেছেন, প্রতি বছর একজন করে লেখককে প্রকল্পে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবেন। | |
19 | পুরস্কার বিজয়ী কানাডিয়ান লেখক মার্গারেট অ্যাটউড গত মে মাসে প্রকল্পের জন্য প্রথম পাণ্ডুলিপি জমা দিয়েছেন। | |
20 | পিটারসন বলেছেন, “আমার হাতে তার একটা লেখা আছে। তবে আমি সেটা পড়তে পারবো না। | “Margaret'in benim okuyamayacağım bir eserini elimde tutuyor olmak ve gelecekteki o ana kadar hiç kimsenin okuyamayacağını bilmek hakikaten çok cezbedici. |
21 | এমনকি কেউ-ই পড়তে পারবেন না। ভবিষ্যতের এই মুহূর্তটা নিশ্চয় অনেক আকর্ষণীয় হবে। | Ama elbette kurala bağlı kalmak için çok sıkı olacağım ve katiyen hiçbir sayfayı açmayacağım.” |
22 | কথা দিচ্ছি, আমি এ ব্যাপারে খুব কঠোর থাকবো। | Paterson, projesinin gelecek nesiller için bir hediye olmasını umuyor. |
23 | এই বইয়ের কোনো পাতা কখনোই খুলে পড়ে দেখবো না।” | Bunun keşfedilmemiş antik bir metni okumak gibi olacağını düşünüyor. |
24 | পিটারসন আশা করছেন, তার প্রকল্প ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষনীয় হয়ে থাকবে। | |
25 | তার ধারনা এই বই পুরাকালের অনাবিস্কৃত লেখা পড়ার অভিজ্ঞতা দিবে। | “Bu eserlerin ister 2015 olsun ister 2055, her yıldan ölümsüzleşmiş anlar içereceğini hayal ediyorum. |
26 | পিটারসন বলেছেন, আমি কল্পনা করছি, প্রতি বছর লেখাগুলো একটি জমাটবাঁধা মুহূর্ত হয়েই থাকবে, তা ২০১৫ হোক কিংবা ২০৫৫। | |
27 | তাই আমি ভাবতে পছন্দ করবো, প্রথম পাঠকই বইয়ের প্রথম পাতা খুলবেন।” | Yani ilk okurun ilk sayfada neyi açtığı hayal etmek hoşuma gidiyor.” |
28 | তবে তার জন্য ম্যালা বছর অপেক্ষা করতে হবে, সেই ২১১৪ সাল পর্যন্ত। | Ama 2114′ e kadar bu gerçekleşmeyecek. |
29 | পিটারসন ইতোমধ্যে প্রকল্পের দ্বিতীয় লেখকের নাম ঘোষণা করেছেন। | |
30 | তিনি হলেন ব্রিটিশ লেখক ডেভিড মিটচেল। | Bu arada Paterson, projenin ikinci yazarının İngiliz yazar David Mitchell olduğunu bildirdi. |
31 | এদিকে নরওয়ের সেই বনও বেড়ে উঠছে। | Ve Norveç' teki bu orman büyümeye devam ediyor. |