# | ben | tur |
---|
1 | নিহত হলেন এই বছরের তৃতীয় বাংলাদেশী মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশ | Ananta Bijoy Das, Bu Yıl Bangladeş'te Öldürülen Üçüncü Özgür Düşünen Blog Yazarı Oldu |
2 | অনন্ত বিজয় দাশ। | Ananta Bijoy Das. |
3 | তাঁর ফেসবুক পেজ থেকে ছবি | Görüntü: Kendi Facebook sayfası. |
4 | বাংলাদেশের অনলাইন প্রগতিবাদীদের জন্য এটা একটা বিষণ্ণ দিন। | Bugün Bangladeş'teki dijital aktivistler için üzücü bir gün. |
5 | মঙ্গলবার সকালে বাংলাদেশের পঞ্চম বৃহত্তম শহর, সিলেটে বিজ্ঞানমনস্ক লেখক এবং ব্লগার অনন্ত বিজয় দাশকে তিন-চার জন মুখোস পরা, চাপাতিধারী আততায়ী কুপিয়ে হত্যা করে। | Bilim ve blog yazarı Ananta Bijoy Das, Bangladeş'in beşinci büyük şehri olan Sylhet'te yüzleri maskeli 4 kişi tarafından pala kullanılarak öldürüldü. |
6 | এই নিয়ে এবছরে বাংলাদেশের এটি তৃতীয় ঘটনা যাতে ধর্ম নিরপেক্ষতার প্রবক্তা একজন লেখককে ধর্মীয় চরমপন্থীদের হাতে নিহত হতে হল। | Bu yıl, iddiaya göre dindar aşırıcılar tarafından gerçekleştirilen, laik düşünceyi savunan yazarlara yönelik üçüncü saldırı. |
7 | ৩৩ বছরের দাশ একটি ব্যাঙ্কে কাজ করতেন। সেই সঙ্গে তিনি যুক্তি নামক একটি পাক্ষিক পত্রিকার সম্পাদক এবং সিলেটের বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির সংগঠক ছিলেন। | 33 yaşındaki Das'ın mesleği bankacılıktı fakat aynı zamanda da üç ayda bir yayınlanan Jukti [Mantık] adlı derginin düzenlemelerini yapıyordu ve Sylhet merkezli Bilim ve Akılcı Konsey'in başındaydı. |
8 | তিনি বিজ্ঞান এবং যুক্তিবাদী চিন্তাভাবনার উপর চারটি বই লিখেছিলেন এবং গণজাগরণ মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন। গণজাগরণ মঞ্চের জন্ম হয়েছিল ইসলামি দল এবং দণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের মৃত্যুদণ্ড নিষিদ্ধ করার দাবিতে করা শাহবাগ আন্দোলন থেকে। | Bilim ve eleştirel düşünme üzerine dört kitabın yazarıydı ve Shahbag protestolarında ortaya çıkan, İslamcı partilerin ve hükümlü savaş suçlularına yönelik idam cezasının yasağını talep eden forum Ganajagaran Mancha'da aktif olarak rol almıştı. |
9 | দাশ মুক্ত মনা নামক একটি বাংলা ব্লগের একজন প্রশাসক ছিলেন যে ব্লগটি সামাজিক পরিবর্তনের জন্য এপ্রিল ২০১৫ তে ডয়েচে ওয়েলের প্রখ্যাত ববস পুরষ্কার অর্জন করেছিল। | Ayrıca Das, 2015'in Nisanında sosyal dönüşüm için Deutsche Welle'nin saygın BOBS Ödülü'nü kazanan, Bangladeşçe olan blog Mukto Mona (Özgür Düşünceliler) blogunun da yöneticisiydi. |
10 | দোহা সেন্টার অফ ইন্টারনেট ফ্রিডম অনুযায়ী: | Doha İnternet Özgürlüğü Merkezi'ne göre: |
11 | যদিও দাশ মুক্তমনায় প্রধানত বিজ্ঞান এবং বিবর্তন নিয়েই লিখতেন কিন্তু ইসলাম এবং হিন্দুত্বের কিছু বিষয়ের সমালোচনা করে তিনি একাধিক ব্লগ লিখেছিলেন। | Das'ın Mukto-Mona için yazdığı ürünler bilim ve evrime odaklı olmakla beraber, İslam ve Hinduizm'in bazı yönlerini eleştiren birçok yazı yazmıştır. |
12 | মঙ্গলবার ভোরে তিনি ফেসবুকে ক্ষমতাসীন আওয়ামী লীগ পার্টির স্থানীয় সাংসদকে দেশের বিশিষ্ট ধর্মনিরপেক্ষ কল্পবিজ্ঞানের লেখকের সমালোচনা করার জন্য তুলোধোনা করেছিলেন। | Önceki salı Facebook'ta yaptığı yorumlarda Das, ülkenin en iyi laik ve bilim kurgu yazarlarını eleştirdiği için, iktidardaki Awami League Partisi'nden milletvekillerine veryansın etti. |
13 | বাংলাদেশ একটি মুসলিম প্রধান রাষ্ট্র হলেও খাতায় কলমে ধর্মনিরপেক্ষ। | Müslümanların çoğunlukta olduğu Bangladeş, resmi olarak laiktir. |
14 | কিন্তু গত এক দশকে যারাই ধর্মকে চ্যালেঞ্জ জানিয়েছে তাদের বার বার ইসলামি চরমপন্থিদের নিশানা হতে হয়েছে।. | Dini yok sayan insanlar geçtiğimiz on yıl içinde defalarca İslami aşırıcıların hedefi olmuşlardır. |
15 | এই হুমকির প্রকৃতিও স্থানীয় থেকে ক্রমে আন্তর্জাতিক হয়ে উঠেছে। | Tehditlerin cinsi, bölgeselden uluslararasına doğru tırmandı. |
16 | মাত্র এক সপ্তাহ আগে ভারতীয় উপমহাদেশের আল কায়েদা (একিউআইএস) দাবী জানিয়েছিল যে তারাই গত ২৬শে ফেব্রুয়ারি বাংলাদেশি-মার্কিনী ব্লগার অভিজিত রায়কে (মুক্ত মনা ব্লগের প্রতিষ্ঠাতা) হত্যা করেছে, যে হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর জখম হয়েছিলেন। | Yalnızca bir hafta önce Hindistan El Kaide'si(AQIS), 26 Şubatta gerçekleşen Mukto Mona blogunun kurucusu ve Bangladeşli-Amerikan blog yazarı Avijit Roy'un ve eşi Rafida Ahmed'in de ağır yaralandığı suikasti üstlendi. |
17 | সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি বাংলাদেশ সরকারের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র সমালোচনা করে বলেছেন যে তার স্বামীর ওপর হামলা “একটি সুপরিকল্পিত, পূর্বনির্ধারিত অন্তর্জাতিক সন্ত্রাসবাদী হামলা।” | Rafida Ahmed, son röportajında Bangladeş hükümetinin eylemsizliğini ağır bir şekilde eleştirdi ve eşine yapılan saldırıyı “iyi planlanmış, tasarlanmış-terörizmin evrensel hareketi” şeklinde nitelendirdi. |
18 | ৩০শে মার্চ আরেকজন ব্লগার ওয়াশিকুর রহমান যিনি অযৌক্তিক ধর্মীয় বিশ্বাসের বিরোধিতা করতেন তাকে ঢাকায় কুপিয়ে হত্যা করা হয়। | Mantıksız dini inanca karşı olan bir diğer blog yazarı Washiqur Rahman 30 Mart'ta Dhaka'da doğranarak öldürüldü. |
19 | দুইজন মাদ্রাসা (ইসলামি ধর্মীয় স্কুল) ছাত্রকে আটক করা হয় এবং তৃতীয় আততায়ী পালায়। | İki medrese öğrencisi tutuklandı ve üçüncü saldırgan kaçtı. |
20 | রায় এবং রহমান উভয় মামলাই এখনো বিচারাধীন। | Hem Roy hem de Rahman'ın davaları yargıda. |
21 | বেশকিছু দিন ধরেই দাশ চরমপন্থীদের হিট লিস্টে ছিলেন এবং প্রথম বার ২০১৩ সালে সরকারের কাছে ইসলামি মৌলবাদীরা যে ৮৪ জন ব্লগারের তালিকা নাস্তিক এবং ধর্মের প্রতি অবমাননাকর বলে জমা করেছিল তাতে তার নাম ছিল। | Das birçok kez aşırıcıların kara listesinde yer aldı ve 2013'te hükümete direnmeyi bırakan İslamcı muhafazakarlar tarafından, ateist ve kafir olarak kabul edilen 84 blog yazarının listesinde ilk kez ismi verildi. |
22 | চরমপন্থি দল আনসার বাংলার টুইট অনুযায়ী একিউআইএস দাশকে হত্যা করেছে বলে দাবী জানিয়েছে। | Aşırıcı grup Ansar Bangla Takımı'nın tweetine göre AQIS, Das'ın cinayetini üstlendi. |
23 | বিবৃতিতে বলা হয়েছে “আরেকটা ফাইল বন্ধ হল! | “Bir başka dosya daha kapandı! |
24 | পরের নিশানার জন্য তৈরি থাকুন”। | Sıradaki hedef için bizi izlemeye devam edin. |
25 | একিউআইএস-এর বিবৃতির স্ক্রিনশট | ” ifadesi kaydedildi. |
26 | দাশের মৃত্যু নিয়ে দ্রুত ক্ষোভ ছড়িয়ে পড়ে। | AQIS'in ifadesinin ekran görüntüsü |
27 | বিশিষ্ট ব্লগার আরিক জেবতিক ফেসবুকে লিখেছেন: | Önde gelen blog yazarlarından Arif Jebtik Facebook'ta şöyle yazdı: |
28 | লিখতে, বলতে, ভাবতে কোনো কিছুতেই আগ্রহ পাই না। | Yazacak, bir şey söyleyecek ya da düşünecek gücüm yok. |
29 | ৮৪ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়েছিল দুইবছর আগে, তালিকা থেকে নবম হত্যা হয়েছে আজকে সিলেটে। | İki yıl önce 84 blog yazarının listesi İçişleri Bakanlığı'na teslim edildi ve listenin dokuzuncusu bugün Sylhet'te öldürüldü. |
30 | তালিকা নিশ্চয়ই চূড়ান্ত নয়, গত ২ বছরে আরো নাম সেই তালিকায় নির্ঘাত যুক্ত হয়েছে। | Son iki yılda elbette daha birçok isim bu listeye eklendi, bu zor değil. |
31 | কিন্তু অন্তত এই ৮৪ জনের ব্যাপারে গত ২ বছরে কোনো খোঁজখবর হয়নি, তাঁরা নিয়মিত বিরতিতে খুন হওয়া শুরু করেছেন। | Ama kimse bu 84 kişinin güvenliğini düşünmek için zahmet etmiyor. Düzenli aralıklarla bir bir ölüyorlar. |
32 | মাসিক কোটায় হত্যা শুরু হয়েছে হয়তো এটি সপ্তাহান্তের কোটায় উন্নীত হবে। | Şimdi her ay bir kişi öldürüyorlar, belki hızlanacaklar ve aynı şeyi haftalık yapmaya başlayacaklar. |
33 | ৮৪ জন যাবে, আরো হাজার চুরাশির নাম তালিকায় আসবে। | Bu liste yapılacak, daha binlercesi eklenecek. |
34 | খানিক আহাজারি হবে, সবখানেই একটা ফিসফিস-চুপচুপ ভাব, কিছু বিকৃত মানুষের উল্লাস-তারপর পরের হত্যার জন্য অপেক্ষা। | İnsanlar ölüme bir parça üzülecek, her yerde sükunet ve sessizlik, bazı sapıklarda şeytani bir sevinç olacak ve sonra herkes sıradaki ölümü bekleyecek. |
35 | এই দেশে আইনবহির্ভূত সব হত্যাই জায়েজ হিসেবে মেনে নিয়েছে বৃহত্তর জনগোষ্ঠি, এখানে সবগুলো খুনই ‘বিচ্ছিন্ন ঘটনা'। | Bu ülkede tüm bu yasa dışı ölümler hafife alınıyor, her ölüm münferit bir vaka. |
36 | ব্লগার এবং প্রগতিবাদী রায়হান রশিদ সেইসব মুক্ত মনাদের স্মরণ করেছেন যাদের মুক্ত চিন্তার জন্য তাদের বাংলাদেশে আক্রান্ত বা নিহত হতে হয়েছে: | |
37 | বাক-স্বাধীনতার নিহত সৈনিকরা: #Hহুমায়ুনআজাদ #রাজিবহায়দার #অভিজিৎরায় #ওয়াশিকুর #অনন্তবিজয় ফটো সৌজন্য: মধুমণ্ডল pic.twitter.com/TC1wgjyCAw | Blog yazarı ve aktivist Rayhan Rashid Bangladeş'te özgür düşünceleri için öldürülenleri hatırladı: |
38 | - রায়হান রশিদ (@rayhanrashid) May 12, 2015 @rayhanrashid ৯০ দিনের মধ্যে ৩ জনকে হত্যা করা হল। | Serbest konuşma özgürlüğünün ölen kahramanları #HumayunAzad, #RajibHaider, #AvijitRoy, #Oyasiqur, #AnantaBijoy |
39 | বাংলাদেশের মুক্তমনারা জিহাদিদের সবচেয়ে সহজ নিশানা। | 90'dan az günde 3 kişi öldü. |
40 | @RichardDawkins @NickCohen4 @TarekFatah - বিদিত (@bidit76) May 12, 2015 | Bangladeşli özgür düşünenler cihat hareketinin en korumasız hedefleridir. |
41 | #Rajibhaidar #AvijitRoy #Wasiqurbabu #AnantaBijoy তালিকাটা ক্রমশ লম্বা হচ্ছে। | @RichardDawkins, @NickCohen4, @TarekFatah |
42 | যতদিন আমাদের মধ্যে একজনও বেঁচে থাকবে, আমরা লড়াই চালিয়ে যাব। | #Rajibhaidar, #AvijitRoy, #Wasiqurbabu, #AnantaBijoy Bu liste gittikçe uzayacak. |
43 | - রানা মেহের (@Rana_Meher) May 12, 2015 | İçimizden biri hayatta kalana kadar savaşacağız. |
44 | অনন্ত বিজয় দাশের শেষ পোস্টটি বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করেছেন অরুণাভ সিনহা: | Ananta Bijoy Das'ın son yazdıkları, Arunava Sinha tarafından Bengalce'den İngilizce'ye çevrildi: |
45 | নিহত বাংলাদেশী ব্লগার অনন্ত বিজয় দাশের শেষ পোস্ট, তাকে হত্যা করার কয়েক ঘণ্টা আগে লেখা http://t.co/YRuVn5yRkF @scroll_in | Öldürülen Bangladeşli blogger Ananta Bijoy Das'ın son yazıları, bir tanesi ölümünden saatler önce yazılmış. |
46 | - অরুণাভ সিনহা (@arunava) May 12, 2015 আন্তর্জাতিক মানবতা ও নৈতিকতা সমিতি (আইএইচইইউ) একটি ব্লগে লিখেছে যে সম্প্রতি সুইডিশ পিইএন এর আমন্ত্রণে একটি সম্মেলনে বক্তব্য রাখার জন্য অনন্ত বিজয় দাশ ভিসার জন্য যে আবেদন করেছিলেন সেটা ঢাকার সুইডিশ দূতাবাস এই বলে নাকচ করে দিয়েছিল যে তিনি সেখানে পাকাপাকি ভাবে থেকে যেতে পারেন। | Uluslararası Hümanist ve Etik Birliği (IHEU), bir konferansta konuşmacı olarak İsveç PEN kulübü davetlisi Ananta Bijoy Das'ın İsveç'e seyahat için vize başvurusunun, İsveç'te kalmaya devam etmek isteyebilir düşüncesine dayalı olarak Dhaka'dadaki İsveç Büyükelçiliği tarafından reddedildiğini yazdı. |
47 | নির্বাসিত লেখিকা ও কলামনিস্ট তসলিমা নাসরিন সরকারকে দোষারোপ করেছেন: | Sürgün edilen yazar ve köşe yazarı Taslima Nasrin hükümeti suçladı: |
48 | বাংলাদেশ সরকার ইসলাম-বিরোধী তকমা লাগার ভয় ইসলামবাদী-ঘাতকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। | Bangladeş hükümeti, İslam karşıtı olarak etiketlenmekten korktuğu için, İslamcı katillere karşı hiçbir önlem almıyor. |
49 | ইসলামবাদীরা বাংলাদেশে যা খুশি তাই করতে পারে। | Bangladeş'te İslamcıların ne isterlerse yapmasına izin veriliyor. |
50 | মনে হচ্ছে মুক্তমনা নাস্তিক যারা ইসলামের সমালোচনা করেন তাদের হত্যা করাই ওদের মূল কর্মসূচী। রাজীব হায়দর এ. | İslamı eleştiren ateist özgür düşüncelileri öldürmek onların esas gündemi gibi duruyor. |
51 | কে. | |
52 | এম. শাফিয়ুর রহমান অভিজিত রায় ওয়াশিকুর রহমান বাবু অনন্ত বিজয় দাশ এরপর কে? | Rajib Haider A.K.M Shafiur Rahman Avijit Roy Washikur Rahman Babu Ananta Bijoy Das Sıradaki kim? |
53 | আগামীকাল হয়ত আপনি। বা আমি। | Yarın belki sen ya da ben. |
54 | ব্লগার হাসিব মাহমুদ লিখেছেন: | Blogger Haseeb Mahmud yazdı: |
55 | পুলিশের দায়িত্ব কি সেটা এই মুহুর্তে একটা প্রশ্ন। | Bunoktada polisin sorumluluğunun ne olduğu bir soru işareti. |
56 | অভিজিৎ হত্যার কোন সুরাহা হয়নি। | Avijit Roy'un katillerini bulamadılar. |
57 | ব্লগার রাজিব হত্যার মামলায় গ্রেফতার ও সেটার বিচার শুরু হলেও সেই হত্যাকান্ডের নাটের গুরু এখনো ধরা ছোঁয়ার বাইরে। | Blog yazarı Rajib'in katillerini yakaladılar ama planlayan kişi kayıplara karıştı. |
58 | অনন্ত বিজয়ের হত্যাকারিদের গ্রেফতার ও তাদের রাতারাতি বিচার শুরু হবে এটাও আশা করা কঠিন। | Ananta Bijoy'un katillerinin çok yakın bir zamanda yakalanmasını ya da yargılamanın başlamasını ummak zor. |
59 | আমাদের করণীয় চাপাতির মুখে লেখা না থামানো। | Palalılarla karşılaşsak bile yazmaya devam etmeliyiz. |
60 | লেখা থামালে জিতে যাবে আনসারুল্লাহ। | Biz durursak onlar kazanır. |