Sentence alignment for gv-ben-20150805-49911.xml (html) - gv-tur-20150727-1997.xml (html)

#bentur
1ভিডিও: জাপানের ইউরাতো দ্বীপপুঞ্জ যেভাবে সুনামির ধকল কাটিয়ে উঠলোJaponya'nın Urato Adaları Tsunami Ardından Hayata Dönüyor
2উত্তরপূর্ব জাপানের মাতসুশিমা।Matsushima, Kuzeydoğu Japonya.
3ছবি কৃতজ্ঞতা উইকিমিডিয়া ব্যবহারকারী কুমামুশি। .Görüntü: Wikimedia kullanıcısı Kumamushi.
4ইউরাতো দ্বীপপুঞ্জের অবস্থান জাপানের উত্তরপূর্ব অঞ্চলে।Kuzeydoğu Japonya'da bulunan Urato Adaları bin yılı aşkın süredir güzelliğiyle tanınmakta.
5হাজার হাজার বছর ধরে জাপানিরা দ্বীপটিকে চিনে এসেছে এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। তাছাড়া জাপানের তিনটি প্রধান অপরূপ প্রাকৃতিক কেন্দ্রের একটি এই দ্বীপ।Maysushima Koyu'ndaki adalar Japonya'nın “en güzel manzaralı üç yeri“nden birisi ve büyük ölçüde rural olan bölge varlığını Neolitik zamanlardan beri denize borçlu.
6সেই নিওলিথিক সময় থেকেই এখানকার মানুষজন সমুদ্র নির্ভর জীবনযাপন করে আসছে। তবে ২০১১ সালের ১১ মার্চ সবকিছুর পরিবর্তন হয়।Fakat her şey 11 Mart 2011 tarihinde büyük bir deprem ile tetiklenen yıkıcı tsunami ile değişti, bölgedeki tüm küçük balıkçı toplulukları sular altında kaldı.
7ওইদিন ভয়াল সুনামি আঘাত হানে।
8দ্বীপে বসবাসকারী জেলে সম্প্রদায়ের ভাগ্যে বিপর্যয় নেমে আসে। মাত্র একঘণ্টার সুনামিতে ঘরবাড়ি, ঝিনুকের আবাসস্থল লণ্ডভণ্ড হয়ে যায়।Bir saat içerisinde evlerden istiridye yataklarına her şeyi sel süpürmüştü, en az 2.000 yıldır Matsushima Koyu'nun ekosistemi ile insanların birlikte var olmasını sağlayan satoyama[Bir arazi çeşidi] helak oldu.
9অথচ প্রায় ২ হাজার বছর ধরে মাতসুশিমা উপসাগরের এই দ্বীপভূমিতেই মানুষ ও অন্যান্য প্রাণিকুল বসবাস করে আসছিলো। উল্লেখ্য, একটি ব্যাপক মাত্রার ভূমিকম্প থেকে এই সুনামির উৎপত্তি হয়েছিল।Birleşmiş Milletler Üniversitesi Gelişmiş Sürdürülebilirlik Çalışmaları Enstitüsü (UNU-IAS) tarafından yayınlanan yeni bir videoda Urato'daki çeşitli ada topluluklarının felaketten yıllar sonra nasıl toparlandığı ve istiridyecilik gibi geleneksel işletmeleri canlandırmaya koyulduğunu gösteriyor.
10ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ফর দ্য অ্যাডভান্সড স্টাডি অব সাসটেইনাবিলি (ইউএনইউ-আইএএস) একটি প্রকল্পের অংশ হিসেবে এই ভিডিও বানিয়েছে।Satoyama Girişimi‘nin bir parçası olarak Japonya'nın Tohoku Üniversitesi UNU-IAS ile Urato'daki ada topluluklarını da içeren Matsushima ekosistemini canlandırmak için birlikte çalışıyor.
11প্রকল্পের উদ্দেশ্য ছিল, সুনামির পরের সময়ে ইউরাতোর বিভিন্ন সম্প্রদায় কীভাবে সুনামির ধকল কাটিয়ে উঠলো, ঝিনুক চাষের মতো ঐতিহ্যবাহী শিল্পগুলো আবার চালু করতে সক্ষম হলো, তার তথ্য সংগ্রহ করা।
12ইউএনইউ-আইএএস-এর পাশাপাশি জাপানের তোহুকু বিশ্ববিদ্যালয় এবং স্যাটোয়ামা ইনিশিয়েটিভ এই প্রকল্পের সাথে আরো যুক্ত রয়েছে।Japonya Çevre Bakanlığı tarafından önderlik edilen Satoyama Girişimi ve UNU-IAS, doğal habitatları ve insan aktivitelerini dengeleyen tarım, ormancılık, balıkçılıkta kullanılan arazileri düzenlemeyi amaçlıyor.
13তারাও ইউরাতোর দ্বীপবাসীসহ মাতসুশিমার ইকোসিস্টেম পুনর্জীবনে সহযোগিতা করছে।Bu tür arazilere Japonca'da satoyama deniliyor.
14জাপানের পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনইউ-আইএএস যৌথভাবে দ্য স্যাটোয়ামা ইনিশিয়েটিভ পরিচালনা করছে।
15জাপানে স্যাটোয়ামা বলতে পাহাড়ি অঞ্চলে আবাদ যোগ্য সমতল ভূমিকে বোঝায়, যেখানে কৃষিকাজ, বনায়ন, মাছ চাষ করার পাশাপাশি অন্যান্য প্রাণিকুলও নিশ্চিন্তে বসবাস করতে পারে।
16সুনামিতে ক্ষতিগ্রস্ত দ্বীপকে স্যাটোয়ামার মতো করে গড়ে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য।