Sentence alignment for gv-ben-20140827-44613.xml (html) - gv-tur-20140907-1038.xml (html)

#bentur
1আমেরিকান-ইহুদি সাংবাদিক ম্যাক্স ব্লুমেনথালের গাজা সফর এবং একটি বিধ্বস্ত শহরের টুইট চিত্রYahudi ABD Vatandaşı Gazeteci Max Blumenthal Gazze'yi Ziyaret Etti ve Yıkılmış Şehrin Fotoğraflarını Tweet Attı
2আজ গাজার বেইতহানুনের চিত্র এটি - ব্যাপক ক্ষয়ক্ষতির প্রত্যক্ষদর্শী হিসেবে @মাক্সব্লুমেন্থাল তার করা আলোকচিত্র সিরিজের প্রথমে টুইট করেছেন।Tanık olduğu hasarın boyutunu göstermek için Twitter'a koyduğu fotoğraf serisinin ilki ile birlikte; “Burası Beyt Hanun, Gazze.”
3আমেরিকান বংশোদ্ভূত ইহুদি সাংবাদিক, লেখক এবং ব্লগার ম্যাক্স ব্লুমেনথাল গত ১৫ আগস্ট তারিখে ইসরাইলের সাথে গাজার উত্তর-পূর্বাঞ্চলীয় সীমানা বেইতহানুন সফর করেছেন।
4এ সময় ফিলিস্তিন ভিত্তিক সাংবাদিক ড্যান কোহেন তাঁর সাথে ছিলেন।Diye tweet atıyor @MaxBlumenthal.
5হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির সংকেত পাবার আগেই গাজাবাসী এর সুযোগ নেয়ার চেষ্টা করতে শুরু করেছে।Yahudi ABD vatandaşı, gazeteci, yazar ve blogcu Max Blumenthal, 15 Ağustos'ta, kuzeydoğu sınırında İsrail olan Beyt Hanun, Gazze'yi ziyaret etti.
6এই ধ্বংসাবশেষ থেকে তারা যতোটুকু পেরেছেন তাদের সহায় সম্পত্তি উদ্ধারের চেষ্টা করছেন।Filistin esaslı gazeteci Dan Cohen tarafından eşlik edildi.
7গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির আগে গাজাতে চালানো আক্রমণে ১,৯৫১ জন লোক নিহত হয়েছেন।Hamas ile İsrail arasında epeyce umulan ateşkesten yararlanan Gazzeliler enkazlar arasında ellerinden geldikçe eşyalarını kurtarmaya çalışıyorlardı.
8নিহতদের মাঝে ৭০ টিরও বেশি সংখ্যক পরিবার এবং ৪৬৭ টি শিশু রয়েছে। ইসরায়েলি এনজিও বিটিসেলেম কমপক্ষে ১,৭৬৭ জন গাজাবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।Ateşkesten önce, Gazze Sağlık Bakanlığı'na göre, Gazze'deki taarruz birlikleri, 70 aile ve 467 çocuktan fazlasını içeren 1951 insanın yaşamına son verdi.
9তাদের মাঝে ৪৩১ টি শিশু রয়েছে।
10জাতিসংঘের হিসাব মতে, শতকরা ৭৩ থেকে ৮০ শতাংশ বেসামরিক লোক যুদ্ধে নিহত হয়েছেন। ব্লুমেনথাল এবং কোহেন “সম্পূর্ন ভাবে দেয়ালের সাথে সেঁটে যাওয়া” একটি শহর দেখলেন।İsrailli Sivil Toplum Kuruluşu B'TSelem en az 1767 Gazzeli ve 431 çocuğun ölümünü doğruluyor iken [eng], Birleşmiş Milletler'e göre [eng] öldürülen sivil yüzdesi %73 ile %80 arasında.
11শহরটি ইসরায়েলি বিমান এবং ট্যাংক আক্রমণের আঘাতে বিধ্বস্ত। জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ের উপর ২৪ জুলাই তারিখে ইসরায়েল হামলা চালালে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়।Blumenthal ve Cohen'in gördükleri, halbuki, İsrailli hava ve tank saldırıları tarafından “tamamen düzleştirilmiş” bir şehir.
12ঘটনাটি বেইতহানুনকে সারা বিশ্ব জুড়ে শিরোনামে পরিণত করেছে। জাতিসংঘ বিদ্যালয়টি খালি করার জন্য আইডিএফ এর কাছ থেকে সময় চেয়ে নেয়া সত্ত্বেও তারা বিদ্যালয়টির উপর হামলা চালায়।24 Temmuz'da, Birleşmiş Milletler'in tahliye için vakit istemesine rağmen İsrail Savunma Kuvvetleri'nin bir Birleşmiş Milletler okuluna saldırmasının ardından 15 sivilin ölmesi ile birlikte dünya çapında Beyt Hanun manşetleri atıldı.
13দূর্ভাগ্যবশত একটি বিদ্যালয়ের উপর আক্রমণ চালিয়ে এই ধ্বংস লিলা শেষ হয়নি। আরও কিছু নমুনা আপনারা নিচে দেখতে পাবেন।Ne yazık ki, aşağıda göreceğiniz üzere yıkım bir okulun harap olmasıyla sınırlı değildi.
14তাদের সফরের টাইমলাইন নিচে দেয়া হলঃAşağıdaki, ziyaretlerinin zaman çizelgesidir:
15ইসরায়েলি বিমান এবং ট্যাংক হামলায় বেইতহানুন মাটির সাথে মিশে গেছে।Beyt Hanun İsrailli hava ve tank saldırılarıyla tamamen düzleştirilmişti.
16ইসরায়েলি সৈন্যদের দখল করা বেইতহানুনের একটি বাড়ির মেঝে বুলেটের খোসা দিয়ে ভরে গেছে।Beyt Hanun'da İsrail askerleri tarafından ele geçirilen bir ev, zemini mermi kovanları ile dolmuş.
17তিনি বলেছেন, ইসরায়েলি সৈন্যরা তাঁর ভাইয়ের টেবিলের উপর থেকে তাঁর কিছু কাগজ পত্র এবং অন্যান্য কিছু জিনিস নিয়ে গেছে।İsrail askerlerinin, kardeşinin belgelerini ve kişisel eşyalarını yağmaladıklarını söylüyor.
18তাঁর বাড়িটি ধ্বংস করে দিয়েছে।Harap halindeki evi.
19বেইতহানুন শহরে ইসরায়েলি সৈন্যদের ফেলে যাওয়া কিছু কাপড়।Beyt Hanun'da İsrail askerleri tarafından bırakılmış bazı kıyafetler.
20বেইতহানুন শহরের একটি সমাধিক্ষেত্র।Beyt Hanun'da bir mezarlık.
21এমনকি তারা মৃত ব্যক্তিদের উপরেও বোমা বর্ষণ করেছেন।Ölüleri bile bombalıyorlar.
22বেইতহানুন শহরেও @ড্যানকোহেন৩০০০ কয়েকজন নতুন ভক্ত খুঁজে পেয়েছেন।@dancohen3000 Beyt Hanun'da yeni hayranlar buluyor.
23ইসরায়েলের বোমার আঘাতে জাতিসংঘ বিদ্যালয়ের আঙিনা। এখানে ১৭ জন লোক মারা গেছেন এবং ১৫০ জন আহত হয়েছেন।17 kişinin ölüp 150 kişinin yaralandığı İsrail tarafından bombardıman edilen BM okulunun bahçesi.
24বেইতহানুন শহরের জাতিসংঘ বিদ্যালয়ের শ্রেনীকক্ষে ইসরায়েল এফ-সিক্সটিন দিয়ে আক্রমণ চালিয়েছে।Beyt Hanun'un BM okulunda, İsrailliler onun okulunu F-16'lar ile bombaladı.
25বিদ্যালয় ধ্বংসOkul cinayeti.
26আজ আমি অপ্রত্যাশিতভাবে হামলায় যত জন আহত ব্যক্তির সন্ধান পেয়েছি তাদের মাঝে তিনি অন্যতম।
27তিনি বেইতহানুন শহরের জাতিসংঘ বিদ্যালয়টির পেছনে বসবাস করেন।Bugün rastgele karşılaştığım bir kaç yaralıdan biri.
28তাঁর বাড়ি থেকে ইসরায়েল ৭০০ মিটার দূরে অবস্থিত।Beyt Hanun BM okulunun arkasında yaşıyor.
29ইসরায়েল হামলা তাঁর কমলার বাগান উপড়ে ফেলেছে।İsrail 700m ötede.
30তাঁর কুয়াটি ২০০৫ সালের হামলায় নষ্ট করে দিয়েছে। আর অবশেষে গত মাসে তাঁর বাড়িটির উপর বোমা হামলা চালিয়েছে।2005'te onun portakal bahçelerini yerinden etti, kuyularını yıktı ve geçen ay evini bombaladı.
31একজন কৃষক আমার কাছে বর্ননা করেছেন, কীভাবে ইসরায়েল তাঁর পরিবারের ৮ জন সদস্যকে হত্যা করেছে।
32তাঁর চাচাতো ভাই আমাকে একগুচ্ছ আঙুর এবং ঠান্ডা পানি খেতে দিয়েছিলেন। অত্যন্ত মহৎ একজন মানুষ।İsrail evini yıkmadan önce, Beyt Hanun'da Reham adında bir kız bu odada yaşıyordu.
33বেইতহানুন শহরে রেহাম নামে একটি মেয়ে তাঁর কক্ষে বাস করেছেন, যতক্ষন না ইসরায়েল তাঁর বাড়িটি ধ্বংস করে দিয়েছে।
34বেইতহানুন শহরে ১৯৪৮ সাল থেকে আজ অবধি হামলা চলছে।1948 bugün Beyt Hanun'da devam ediyor.
35@ম্যাক্সব্লুমেনথাল এবং @ড্যানকোহেন৩০০০ দেয়া প্রতিবেদন অনুযায়ী, গাজার বাড়িগুলোতে ইসরায়েলি সৈন্যরা ডেভিডের তারকা খোদাই করেছেন।İsrail askerleri Gazze'de evlere Davut Yıldızı kazıdı, haber @MaxBlumenthal & @dancohen3000 http://t.co/GB3QeEyzWi
36বেইতহানুন শহরে বসতবাড়ি হিসেবে ব্যবহৃত একটি জায়গাতে দেয়ালে লেখা হয়েছেঃ ফিলিস্তিন ৩, ইসরায়েল ০।Beyt Hanun'da eskiden bir eve ait olan duvarda yazılı olan: Filistin 3, İsrail 0.
37তাঁর বাড়িটি এখন মাটির একটি গর্তে পরিণত হয়েছে।Evi yerde bir deliğe dönüştürüldü.
38তিনি জানেন আমি কোথা থেকে এসেছি।Nereli olduğumu öğreniyor.
39তাই বললেন, “নেতানিয়াহু এবং ওবামা সমানভাবে অপরাধী!”“Netanyahu ve Obama eşit derecede suçlu!”
40কৃষকের বাড়িটির শুধুমাত্র সদর দরজাটি টিকে আছে।Çiftçinin evinin sadece girişi duruyor.
41বেইতহানুনর বালক ও বালিকা বিদ্যালয়টির পুড়ে যাওয়া শ্রেণীকক্ষগুলো রয়ে গেছে।Beyt Hanun'da kız ve erkek okulunda bir sınıfın yanık kalıntıları.
42গাজা শহরের আমিন মোহাম্মাদ মসজিদ। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী সূত্র বলেছে, ইহুদি নয় এমন প্রার্থনাকারীরা প্রথম জনসংখ্যাতাত্ত্বিক হুমকি দেয়া শুরু করেছেGazze Şehri'nin Emin Muhammed camisi, İsrail ordu kaynaklarının belirttiği üzere, demografik tehditlerin Yahudi harici ibadetleri ortaya çıkardığı yer.
43গাজা শহরের আমিন মোহাম্মাদ মসজিদের ভেতর ভাগ। হামলা শুরু হওয়ার পর থেকে এটি জন শূন্য এবং তালাবদ্ধ অবস্থায় রয়েছে।Gazze Şehri'nin Emin Muhammed camisinin içi, vurulduğunda kitli ve boştu.
44ফাদেল আলাওয়া একজন আহত ব্যক্তিকে গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন।Fadel Alawah yaralı bir adamı hastaneye götürdü, mücadeleci olduğunu bilmiyordu.
45তিনি জানতেন না আহত ব্যক্তিটি একজন যোদ্ধা ছিলেন।İnsansız hava aracının arabasına yaptığı.
46অতঃপর একটি ড্রোন তাঁর গাড়ির কি অবস্থা করেছে তা এখানে দেখুন ফাদেল আলাওয়ার জুতা সেই ট্যাক্সিটির ভিতর রয়ে গেছে।Fadel Alawah'ın saati 8$'a günde 12 saat çalıştığı taksisinin içinde ayakkabısı duruyor.
47এই ট্যাক্সিটি দৈনিক ১২ ঘন্টা চালিয়েই তিনি জীবিকা নির্বাহ করে থাকেন।
48ট্যাক্সি চালিয়ে ঘন্টায় তিনি ৮ মার্কিন ডলার পেতেন।Gazze çevresinde sürekli kurumuş ayakkabılar buluyorum.
49সমস্ত গাজা জুড়ে আমি আমার ঝলসে যাওয়া জুতা জোড়া খুঁজছি।Bana ne anımsattıklarını söyleyemem.
50আমি বলে বোঝাতে পারবো না জুতাটির সাথে আমার কত স্মৃতি জড়িয়ে আছে।
51এগুলো আমি শুজাইয়াতে পেয়েছিলামBu Şucaiyye'de idi.
52ইসরায়েলি গুলিতে খুন হওয়া সালেম শামালির পরিবারকে ভিডিওতে দেখা যাচ্ছে।Salem Shamali, vidyo kaydında, ailesini ararken İsrailli bir keskin nişancı tarafından öldürüldü.
53তিনি যখন তাঁর পরিবারকে খুঁজছিলেন তখন গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়। @আয়মানএম'এর প্রতিবেদনটি আবার দেখার পর সালেম শামালির মা একেবারে ভেঙ্গে পড়েছেন।Salem Shamali'nin annesi, @AymanM‘in, oğlunun İsrailli keskin nişancı tarafından infaz ediliş haberini tekrardan izlerken kendinden geçiyor.
54কিভাবে তাঁর ছেলে ইসরায়েলের খুনির হাতে নিহত হয়েছেন তা প্রতিবেদনটিতে দেখানো হয়েছে।
55ওয়াসিম শামালি তাঁর বড় ভাই সালেমকে হারিয়ে খুব ভেঙ্গে পড়েছেন।Waseem Shamali abisini, Salem'İ özlüyor.
56তাঁর সম্পর্কে কথা বলতে যেয়ে তিনি শুধু অঝোর ধারায় কাঁদছেন।Ağlamadan onun hakkında konuşamıyor.
57শামালি পরিবার তাদের ছেলে সালেম হত্যার কোন বিচার পায়নি।Shamali ailesi oğulları Salem'in cinayeti için adalete ulaşamadı.
58তাঁর পরিবর্তে এগুলো পেয়েছেYerine, bunlar verildi.
59বেইতহানুন শহরে হামজা মাসরি তাঁর উজাড় হওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। তিনি জোর গলায় দাবি করেছেন নেতানিয়াহু ছাড়া অনেক ভালো মনের ইসরায়েলি লোকও আছেন।Hamza Masri, Beyt Hanun'da yıkıma uğramış evinin önünde duruyor ve Netanyahu'ya rağmen bazı iyi İsraillilerin olduğu konusunda ısrar ediyor.
60হামজা মাসরির বয়স ৬২ বছর। তিনি অনেক ইসরায়েলি ইহুদির সাথে পরিচিত হয়েছেন।Şucaiyye, Beyt Hanun, Gazze Şehri - Benim ve @dancohen3000‘ın bazı fotoğrafları.
61তাঁর নাতি-নাতনিরা ইসরায়েলি অবরোধের অধীনেই বড় হয়েছেন।
62তাদের মধ্য থেকে একজন আমাকে বললেন, “আমরা শুধুমাত্র হামলাকারী ট্যাংকে বসে থাকা ইহুদিদের দেখা পেয়েছি”।
63গাজা শহরের বেইতহানুন, শুজাইয়া - আমার এবং @ড্যানকোহেন৩০০০ এ পোস্ট করা কয়েকটি টুইট।Detaylı olay kaydımızı takip edin: #Gaza: Sivil Ölü Sayısı İsrail Hücum Kuvvetlerinde Artıyor
64#গাজাঃ ইসরায়েলি আক্রমণে বেসামরিক নাগরিক মৃত্যুর পাহাড়ঃ হ্যাশট্যাগটিতে আমাদের পুঙ্খানুপুঙ্খ কভারেজ অনুসরণ করুন।