Sentence alignment for gv-ben-20150731-49932.xml (html) - gv-tur-20150731-2013.xml (html)

#bentur
1ইরানের কুর্দিস্তান বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কুর্দি ভাষা এবং সাহিত্য বিভাগ চালুİran'da İlk Defa Kürdistan Üniversitesi'nde Kürt Dili ve Edebiyatı Bölümü Açılıyor
2কুর্দিস্তান বিশ্ববিদ্যালয়ের প্রবেশ দ্বার।Kürdistan Üniversitesi giriş kapısı.
3আইএসএনএ ব্যবহৃত ছবি।Görüntü: ISNA.
4পুনঃব্যবহারের জন্য অনুমতিক্রমে প্রকাশিত।İzin ile yayınlanmıştır.
5এই পোস্টটি ইরানভয়েসেস ডট ওআরজি তে প্রথম প্রকাশিত হয় এবং ইংরেজিতে অনুবাদ কড়া হয়। প্রচারসূচী শেয়ার চুক্তির একটি অংশ হিসেবে এখানে এটি প্রকাশিত পুনরায় প্রকাশিত হল।Bu makale ilk olarak IranVoices.org‘da yayınlanmıştır ve içerik paylaşımı anlaşması ile tercüme edilip burada tekrar yayınlanmaktadır.
6ইরানের কুর্দিস্তান বিশ্ববিদ্যালয়ে কুর্দি ভাষা ও সাহিত্য নামে নতুন একটি বিভাগ খোলা হয়েছে।İran'ın Kürdistan Üniversitesi, Kürt Dili ve Edebiyatı için yeni bir bölüm açtı.
7বিভাগটির নতুন চেয়ারম্যান বখতিয়ার সাজ্জাদি গত সপ্তাহে জানিয়েছেন, এই বিভাগে ৪০ জন শিক্ষার্থী আগামী অক্টোবর মাস থেকে তাঁদের পড়াশুনা শুরু করবেন।Bölümün yeni başkanı Bakhtiar Sajjadi, geçen hafta 40 öğrencinin Ekim ayında eğitime başlamak üzere kabul edildiğini duyurdu.
8কুর্দ প্রেসকে সাজ্জাদি বলেছেন, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বিভাগটি চালু করা হয়েছে।Sajjadi, Kürt basınına bölümün “İran Bilim, Araştırma ve Teknoloji Bakanlığı” izni ile açıldığı belirtti.
9কুর্দিস্তান বিশ্ববিদ্যালয়টি কুর্দিস্তান প্রদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয়, যা ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়।Kürdistan Üniversitesi, 1974 yılında kurulmuştur ve Kürdistan Eyaleti‘nin [tr] en büyük üniversitesidir.
10এই প্রথম কোন ইরানি বিশ্ববিদ্যালয় ইরানের ভিতরে অধ্যয়নের একটি পোস্ট-মাধ্যমিক স্তর হিসেবে কুর্দি ভাষা বিষয়টি পড়ানোর প্রস্তাব দিয়েছে।Bu, bir İran üniversitesinin lise sonrası seviyede Kürtçe eğitime dair sunduğu ilk olanak.
11তুর্কমেনী, বেলুচ, এবং আজেরির পাশাপাশি, ইরানের অনেক সংখ্যালঘু ভাষার মধ্যে কুর্দি একটি। এই ভাষাতে কথা বলার, শেখানোর এবং প্রকাশ করার স্বাধীনতার জন্য রীতিমত পাল্লা দিতে হচ্ছে।Kürtçe, İran'da konuşma, öğretme ve yayınlama özgürlüğü için çaba sarf eden Türkmen, Baluç ve Azeri dilleri gibi birçok azınlık dillerinden birisi.
12ইরানের উপজাতি কুর্দিরা প্রধানত উত্তর-পশ্চিম ইরানে, ইরাকি ও তুর্কি সীমানার খুব কাছে বসবাস করে থাকে।İran'daki Kürtler yoğun olarak Türkiye ve Irak sınırlarına yakın olan kuzeybatı tarafında yaşıyorlar.
13হিসাব অনুযায়ী, ইরানে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন উপজাতি কুর্দি রয়েছে।Nüfuslarının 6-7 milyon arasında olduğu öne sürülüyor.
14ইরানের কুর্দিদের কর্তৃপক্ষের সঙ্গে বিতর্ক করার ইতিহাস রয়েছে। সেই কর্তৃপক্ষ, যারা মাঝে মাঝেই বিভিন্ন সম্প্রদায়ের মৌলিক অধিকার ও স্বাধীনতাসমূহ অস্বীকার করে থাকে।Yönetimler tarafından temel hak ve özgürlüklerinin reddedilmesi nedeniyle İran Kürtleri'nin anlaşmazlıklar içeren bir geçmişi bulunmakta.
15বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের ভাষাগুলো কায়েম করার ওয়াদা করে মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি ক্ষমতায় বসেছেন।Ilımlı Cumhurbaşkanı Hasan Ruhani, azınlık dillerinin okullarda verileceği vaadi ile göreve başladı.
16ইরানের শিক্ষা ব্যবস্থায় সাধারণত ইরান আত্তীকরণ নীতি গ্রহণ করা হয়েছে।İran'ın eğitim sisteminde genellikle asimilasyon politikası uygulanıyordu.
17কুর্দি কর্তৃপক্ষের প্রস্তাবিত কুর্দি ভাষা ও সাহিত্যে পোস্ট-মাধ্যমিক শিক্ষা প্রবর্তনের পূর্ববর্তী অনুরোধটি একসময় প্রত্যাখ্যাত করা হয়েছিল।Kürt yetkililerin daha önceki lise sonrası Kürtçe dili eğitimi talepleri reddedilmişti.
18বিবিসি ফার্সি অনুযায়ী, যেহেতু বিরোধীদল বিতর্ক করে বলেছিল যে সংখ্যালঘু ভাষায় শিক্ষা প্রদান জাতীয় পরিচয়কে বিপন্ন করে তুলবে, তাই এটি পরবর্তীতে বিবাদের বিষয়ে পরিণত হয়।Bu durum, BBC Persian haberine göre, azınlık dillerinde verilen eğitimin ulusal kimliği tehlikeye attığını savunan kişiler tarafından uzun süreli bir tartışma konusu olmaktaydı.
19রুহানির সংশ্লিষ্ট ফেইসবুক পেইজে গত ২৪ জুলাই তারিখে কুর্দি ভাষা ও সাহিত্য বিভাগ প্রবর্তনের খবর ঘোষণা করা হয়েছে।Ruhani ile ilişkili Facebook sayfasında, Kürt Dili ve Edebiyatı bölümünün açılacağı haberi 24 Temmuz'da yayınlandı.
20সামাজিক যোগাযোগ মাধ্যমে রুহানির এই ঘোষণার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেউ কেউ সমালোচনা করেছেন, আবার কেউ কেউ উৎসব উদযাপন করেছেন।Ruhani'nin açıklamasına ilişkin sosyal medya tepkileri eleştiriden kutlamaya çeşit gösterdi.
21প্রেসিডেন্টের পেইজে ইরানিদের অনেকে তুর্কি ভাষার অধিকারের জন্য একই ধরণের উদ্যোগ না নেয়ার জন্য সরকারের সমালোচনা করেছেন। অপরদিকে ব্যবহারকারীদের কেউ কেউ উল্লেখ করেছেন যে সরকার কুর্দি ইরানিদের বেকারত্ব পরিস্থিতির উন্নয়নে খুব সামান্যই কাজ করেছে।Birçok İranlı cumhurbaşkanının sayfasında eleştiride bulundu, kimi kullanıcılar Türk dili haklarının aynısı uygulanmadığı için eleştiri yaparken, aralarında İran Kürtlerinin işsizlik oranını düzenlemek için hükümetin çok az çaba sarf ettiğini de belirtenler de vardı.
22তবে, অন্যান্যরা নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি পূরণের জন্য প্রেসিডেন্টের প্রশংসা করেছেন।Yine de diğerleri, cumhurbaşkanının kampanya vaatlerini uygulamasından dolayı övgüde bulundular.