Sentence alignment for gv-ben-20150730-49870.xml (html) - gv-tur-20150726-1971.xml (html)

#bentur
1এই বইগুলো পড়ার সৌভাগ্য হবে না আপনার, তবে নাতির নাতি-পুতিরা পড়তে পারবে!
2ছবির ডানের মহিলার নাম মার্গারেট অ্যাটউড।Siz Bu Kitapları Okuyamazsınız Ama Torununuzun Torununun Torunu Okuyabilir
3তিনি স্কটল্যান্ডের শিল্পী কেটি পিটারসনের কাছে ভবিষ্যতের পাঠাগার প্রকল্পের পাণ্ডুলিপি হস্তান্তর করছেন।Margaret Atwood(sağda), eserini İskoç ressam Katie Paterson' ın(solda) 100 yılı kapsayacak projesini Gelecek Kütüphanesi'ne bağışladı.
4ছবি কৃতজ্ঞতা: কেটি পিটারসন।Fotoğraf: Katie Paterson
5পাবলিক রেডিও ইন্টারন্যাশনালের দ্য ওয়ার্ল্ডের জন্য এই লেখা এবং রেডিও প্রতিবেদন তৈরি করেছেন সুসান্নাহ রোবাসন।
6আর প্রথম প্রকাশিত হয় ২০১৫ সালের ১৬ জুলাই তারিখে। কনটেন্ট শেয়ারিং চুক্তির আওতায় এখানে পুনর্প্রকাশিত হয়েছে।Susannah Roberson tarafından The World için yapılan bu radyo röportajı ve makale aslında 16 Temmuz 2015′ te PRI.org' da çıktı ve içerik paylaşım sözleşmesinin bir parçası olarak burada yeniden yayımlanmaktadır.
7টাইম ক্যাপসুলের কথা আমরা অনেকেই শুনেছি।
8তবে এটা সেটার থেকে একটু ভিন্ন।
9এর নাম দেয়া হয়েছে ভবিষ্যতের পাঠাগার। আর এটা নরওয়ের একটি বনে রূপ নিবে।Hepimiz zaman kapsülleri hakkında duymuşuzdur; ama bu seferki birazcık farklı.
10সেটা আবার কেমন? কিংবা কিভাবে কাজ করবে?Bunun adı Gelecek Kütüphanesi ve Norveç' teki bir orman şeklinde.
11অসলোর নর্ডমার্কা বনের বাইরে হাজারখানেক গাছ লাগানো হয়েছে। এই গাছ থেকে সে কাগজ পাওয়া যাবে, তা দিয়ে একশ' বছর পরে বই প্রকাশ করা হবে।İşte şöyle çalışıyor: Oslo' nun hemen dışındaki bir orman olan Nordmarka' ya 1000 ağaç dikilir ve bu ağaçlar, dikimden 100 yıl sonra basılacak olan kitapların özel seçmeceleri için kağıt ihtiyacını karşılar.
12স্কটল্যান্ডের শিল্পী কেটি পিটারসনের মাথায় প্রথম এই প্রকল্পের ধারনা আসে।Bu proje, İskoç ressam Katie Paterson' ın buluşudur ve bu fikrin aklına karalama yaparken geldiğini söylüyor.
13একদিন কাগজে হিজিবিজি করতে করতেই এই আইডিয়া পান। পিটারসন জানান, “একদিন আমি নোটবুকে স্কেচ করছিলাম।Paterson, “Bir deftere ağaç halkaları şeklinde çok basit bir çizim yapıyordum ve birden bire ağaç halkaları ve kitaplardaki bölümler arasında bir bağlantı kurdum.
14সিরিয়াস কোনো কাজ ছিল না।” dedi.
15বৃক্ষের একটি বৃত্ত আঁকছিলাম আনমনে।
16আঁকতে আঁকতেই হঠাৎ খেয়াল করলাম, গাছের বৃত্তের সাথে বইয়ের অধ্যায়ের একটা যোগসূত্র রয়েছে।”Paterson, bu 100 yıl adına koleksiyona katkı sağlaması için her yıl bir yazarı davet etmeyi planlıyor.
17পিটারসনের এই প্রকল্পের সময়সীমা ১০০ বছর।Ödüllü Kanadalı yazar Margaret Atwood Mayıs'ta eserini bağışlayarak projenin ilk yazarı oldu.
18এজন্য তিনি পরিকল্পনা করেছেন, প্রতি বছর একজন করে লেখককে প্রকল্পে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবেন।
19পুরস্কার বিজয়ী কানাডিয়ান লেখক মার্গারেট অ্যাটউড গত মে মাসে প্রকল্পের জন্য প্রথম পাণ্ডুলিপি জমা দিয়েছেন।
20পিটারসন বলেছেন, “আমার হাতে তার একটা লেখা আছে। তবে আমি সেটা পড়তে পারবো না।“Margaret'in benim okuyamayacağım bir eserini elimde tutuyor olmak ve gelecekteki o ana kadar hiç kimsenin okuyamayacağını bilmek hakikaten çok cezbedici.
21এমনকি কেউ-ই পড়তে পারবেন না। ভবিষ্যতের এই মুহূর্তটা নিশ্চয় অনেক আকর্ষণীয় হবে।Ama elbette kurala bağlı kalmak için çok sıkı olacağım ve katiyen hiçbir sayfayı açmayacağım.”
22কথা দিচ্ছি, আমি এ ব্যাপারে খুব কঠোর থাকবো।Paterson, projesinin gelecek nesiller için bir hediye olmasını umuyor.
23এই বইয়ের কোনো পাতা কখনোই খুলে পড়ে দেখবো না।”Bunun keşfedilmemiş antik bir metni okumak gibi olacağını düşünüyor.
24পিটারসন আশা করছেন, তার প্রকল্প ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষনীয় হয়ে থাকবে।
25তার ধারনা এই বই পুরাকালের অনাবিস্কৃত লেখা পড়ার অভিজ্ঞতা দিবে।“Bu eserlerin ister 2015 olsun ister 2055, her yıldan ölümsüzleşmiş anlar içereceğini hayal ediyorum.
26পিটারসন বলেছেন, আমি কল্পনা করছি, প্রতি বছর লেখাগুলো একটি জমাটবাঁধা মুহূর্ত হয়েই থাকবে, তা ২০১৫ হোক কিংবা ২০৫৫।
27তাই আমি ভাবতে পছন্দ করবো, প্রথম পাঠকই বইয়ের প্রথম পাতা খুলবেন।”Yani ilk okurun ilk sayfada neyi açtığı hayal etmek hoşuma gidiyor.”
28তবে তার জন্য ম্যালা বছর অপেক্ষা করতে হবে, সেই ২১১৪ সাল পর্যন্ত।Ama 2114′ e kadar bu gerçekleşmeyecek.
29পিটারসন ইতোমধ্যে প্রকল্পের দ্বিতীয় লেখকের নাম ঘোষণা করেছেন।
30তিনি হলেন ব্রিটিশ লেখক ডেভিড মিটচেল।Bu arada Paterson, projenin ikinci yazarının İngiliz yazar David Mitchell olduğunu bildirdi.
31এদিকে নরওয়ের সেই বনও বেড়ে উঠছে।Ve Norveç' teki bu orman büyümeye devam ediyor.