Sentence alignment for gv-ben-20150708-49642.xml (html) - gv-tur-20150721-1936.xml (html)

#bentur
1যুদ্ধে বাস্তুচ্যুত ১ লক্ষ ২০ হাজার জন অধিবাসীর সাহায্যার্থে মিয়ানমারের কিশোররা আয়োজন করল একটি মানবিক ভ্রমণMyanmar Gençleri 120.000 Mülteciye Yardım Etmek İçin İnsani Yardım Ziyareti Düzenliyor
2কাচিন শান্তি নেটওয়ার্ক থেকে খন জা ফেইসবুকে ছবিটি শেয়ার করেছেনFotoğraf Facebook'ta Kachin Peace Network'ta Khon Ja tarafından paylaşılmıştır.
3রেঙ্গুন প্রকাশ শিরোনামে একটি ফেইসবুক পেইজ ব্যবহার করে একদল ছেলেমেয়ে উত্তর মিয়ানমারে মিতকিনা শহরে এক মানবিক সফরের আয়োজন করেছে। সেখানে এক লক্ষেরও বেশী অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ (আইডিপিএস) বর্তমানে অস্থায়ী বিভিন্ন শিবিরে বসবাস করছেন।Facebook sayfası Rangoon Revealed‘i oluşturan bir grup genç, Myanmar'ın kuzeyinde Myitkyina kasabasında geçici göçmen kamplarında yüz binden fazla Ülkesinde Yerinden Edilmiş Kişi (IDPs)'ye insani yardım ziyareti düzenliyor.
4শিবিরে বসবাসকারী লোকজনের জীবনচিত্র নথিভুক্ত করা এবং শিবিরের বাসিন্দাদের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা প্রস্তাবিত এই সফরের মূল লক্ষ্য।Bu önerilen ziyaret kamplarda yaşayan insanların hayatlarını belgelemeyi ve kamp topluluğuna insani yardım sağlamayı amaçlıyor.
5দলটি আশা করছে, সফরের আগে ২ হাজার মার্কিন ডলারের একটি তহবিল তাঁরা গঠন করতে পারবে।Grup ziyaretten önce 2.000$ toplamayı umuyor.
6রেঙ্গুন প্রকাশ পেইজটির প্রতিষ্ঠাতা, ১৭ বছর বয়সী থও এইচটেট তাঁর ইনডিগোগো পেইজে প্রচারাভিযানটির সম্পর্কে আরও কিছু তথ্য দিয়েছেঃThaw Htet, Rangoon Revealed'in 17 yaşındaki kurucusu, kendi Indiegogo Sayfasında kampanyayla ilgili daha fazla bilgi sunmuştur:
7আমরা যখন শুনেছি যে ১ লক্ষ ২০ হাজার লোক তাঁদের নিজের দেশেই শরনার্থী হিসেবে বসবাস করছেন, কেবল বেঁচে থাকার জন্য লড়াই করছেন এবং দিনে ২০ সেন্টেরও কম অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করছেন তখন আমাদের কিছু একটা করতেই হয়েছে।120.00 insanın mülteci gibi yaşadığını, yaşam mücadelesi verdiğini ve günde 20 sentten daha az parayla yaşamaya çalıştığını duyduğumuzda, harekete geçmemiz gerekti.
8হিউম্যান অব নিউইয়র্ক পেইজের অনুপ্রেরণায় রেঙ্গুন প্রকাশ পেইজটি তৈরি করা হয়েছে।
9পেইজটিতে ইয়াঙ্গুনের (মিয়ানমারের সাবেক রাজধানী রেঙ্গুনের নতুন নাম) সাধারণ অধিবাসীদের বিভিন্ন গল্প শেয়ার করা হয়।Rangoon Revealed, New York halkından esinlenerek, Yangon(Rangoon'un yeni ismi, Myanmar'ın eski başkenti) halkının günlük yaşantılarını paylaşıyor.
10তবে এবার এই ছেলেমেয়েরা আশা করছে জনপ্রিয় এই ফেইসবুক পেইজে ইয়াঙ্গুনের বাইরে থাকা মিয়ানমারের বাসিন্দাদের অবস্থা সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারবে।Fakat bu sefer, bu popüler Facebook sayfasının ardındaki gençler Yangoon'un dışında kalan Myanmar halkının durumu hakkında daha fazla şey bulmayı umuyor.
11তাঁরা উল্লেখ করেছেঃNot eklediler:
12[…] আমরা রেঙ্গুন প্রকাশে যেমনটি করে থাকি সেই একই বিন্যাসে শিবিরে বসবাসকারী লোকজনের জীবনচিত্র নথিভুক্ত করা আমাদের লক্ষ্য।[…] Rangoon Revealed olduğu gibi kamplarda yaşayan insanların hayatlarını belgelemeyi amaçlıyoruz.
13এটি শুধুমাত্র সাধারণ বার্মিজ জনসাধারণের কাছে আইডিপিদের জীবনচিত্রকে শুধুমাত্র উন্মুক্ত করবে না বরং আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের সরকারগুলোও যেন এই অঞ্চলে প্রকৃত অর্থে শান্তি প্রজ্বলিত করতে সরকারের উপর চাপ প্রয়োগের চেষ্টা করতে পারেন সেটিও একটি লক্ষ্য।Bu sadece IDP'lerin hayatlarını Burmese halkına göstermekle kalmayacak aynı zamanda tüm dünyada uluslararası toplulukların ülkeye barış getirmesi için baskı yapmayı denemelerini sağlayacak.
14কাচিন স্বাধীনতা সংস্থার (কেআইও) সেনাবাহিনী এবং সরকারের সৈনিকদের মধ্যে ২০১১ সালের জুন মাসে যুদ্ধের একটি পুনরারম্ভ ফলাফল হিসাবে বিপুল সংখ্যক কাচিন জনগণ - অনেকগুলো জাতিগত গোষ্ঠী যাদের বেশিরভাগ দেশটির উত্তরে অবস্থিত কাচিন রাজ্যে বাস করে - তাদের ঘর-বাড়ী থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।Haziran 2011'de Kachin Bağımsızlık Örgütü (KIO) ordusu ve devlet askerleri arasında çıkan savaşın sürdürülmesinin bir sonucu olarak, - genellikle ülkenin kuzey Kachin Eyaletinde etnik gruplar topluluğu olarak yaşayan - önemli sayıda Kachin insanı evlerini terk etmek zorunda kaldılar.
15এই পুরো সংঘর্ষে প্রায় ১ লক্ষ ২০ হাজার জন লোক উদ্বাস্তু হয়েছেন এবং চীনা সীমান্তের খুব কাছে অবস্থিত ১৭২ টি উদ্বাস্তু শিবিরে তাঁরা এখন চরম দারিদ্যের মাঝে বসবাস করছেন।Yıllardır devam eden çatışmada, yaklaşık 120.000 insan yerinden edildi ve şimdi 172 kampta Çin sınırı yakınında kötü koşullarda yaşıyorlar.
16মেটা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের লাফাই সেং র এর মতে, গত চার বছরে উত্তর মিয়ানমারে আইডিপিদের প্রতি দেওয়া সহযোগিতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।Metta Gelişim Vakfı'ndan Seng Raw'a göre, kuzey Miyanmar'da IDP'lere verilen destek son dört yılda önemli ölçüde azaldı
17তিনি বলেছেনঃDedi ki:
18চলমান সংঘর্ষ চতুর্থ বছরে পদার্পণ করায় দীর্ঘ সময় ধরে যারা তাঁদের দেখাশুনা করে আসছে সেসব দাতা গোষ্ঠী, সামাজিক সংগঠন ও আয়োজক সম্প্রদায়গুলো সেগুলোর মাঝে শ্রান্তির বিষয়গুলো সমঝোতা হয়েছে।Savaşın dördüncü yılına girmesiyle birlikte, çok uzun zamandır onlara bakan bağışçıları, sosyal kurumları ve barınma sağlayan toplulukları ümitsizlik sardı.
19সম্প্রতি আইডিপি শিবিরগুলোতে চরম খাদ্যাভাব বিরাজ করছে। সেখানে তাদের দৈনন্দিন খাদ্য রেশনে ব্যক্তি প্রতি প্রয়োজনীয় ক্যালরি ৪০০ থেকে কমে মাত্র ২০০ ক্যালরিতে (প্রায় ২০ মার্কিন সেন্ট) নেমে এসেছে।Şu anda IDP'lerin gıda sıkıntısı çok önemli, günlük yiyecek payları kişi başı 400 MMK iken sadece 200 MMK'ya düşürüldü(AB'ye göre 20 sent).
20আন্তর্জাতিক সমর্থন কমে যাওয়ায় কাচিনের নাগরিক গ্রুপগুলো আইডিপিদের জন্য তহবিল গঠন বাড়াতে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।Uluslararası desteğin azalmasıyla birlikte, Kacjin yurttaş grupları IDP'lere yardım toplama amaçlı birçok kampanya başlatıyor.
21উদাহরণস্বরূপ, এখন আইডিপিদের জন্য উদ্বেগ, যত্ন এবং অবদান নামের ফেইসবুক পাতা অনুদানের জন্য আবেদন জানাচ্ছে।Örneğin Facebook sayfaı Concern, Care and Contribute to the IDP's Now, bağış bekliyor.
22ইতিমধ্যে কাচিন শান্তি নেটওয়ার্ক নামের সংস্থাটি শরনার্থী শিবিরগুলোতে আইডিপিদের মারাত্মক বিপর্যয়ের বিষয়গুলো তুলে ধরেছেঃAynı zamanda Kachin Peace Network kamplardaki IDP'leri korkutucu durumlarınına dikkatleri çekiyor:
23সেখানে ১ লক্ষ ২০ হাজারেরও বেশি মানুষ দৈনিক (খরচ) ৪০ সেন্টের মূল্যমান জীবন ধারণ করছে। শীঘ্রই সংখ্যাটি অর্ধেকে নেমে আসবে।Şu anda günden 40 sentten az bir parayla yaşayan 120.000 kişi var, bu sayı çok yakında yarıya indirilecek.
24বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধে মৌলিক চাহিদার মাত্র শতকরা ১৭ ভাগ তাঁরা পূরণ করতে পারছে। মিয়ানমারের আইডিপিদের অবস্থা সত্যিই খুব উদ্বেগজনক।Hala süren çatışma ve temel ihtiyaçların sadece %17'sinin karşılanmasıyla, Miyanmar'lı IDP'lerin durumu endişe verici ve daha fazla yardım ve mali destek içinse umutları tükenmiş.
25বৃহত্তর অর্থায়ন এবং আর্থিক সহায়তা তাঁদের জন্য খুবই জরুরী।
26রেঙ্গুন প্রকাশের ফেইসবুক পাতার প্রোফাইল ছবিRangoon Revealed Facebook sayfasının profil fotoğrafı