# | ben | tur |
---|
1 | ভারতের এবারের তাপদাহ মৃতের সংখ্যায় বিশ্বের পঞ্চমতম | Hindistan'ın Sıcak Hava Dalgası Ölümcül Afetlerde Beşinci Sıraya Yükseldi |
2 | গরমে ধুলিঝড়ের মধ্যেই মানুষজন এলাহাবাদে তীর্থ স্নাণে যাচ্ছেন। ছবি তুলেছেন রিতেশ শুক্লা। | Hindistanlılar Allahabad'da sıcak bir günde toz kasırgası sırasında Kutsal Sangam'a(üç nehrin kavuştuğu nokta) doğru yürürken. |
3 | স্বত্ত্ব: ডেমোটিক্স (২৮/৫/২০১৫)। | Fotoğraf Ritesh Shukla tarafında çekilmiştir. |
4 | ভারতে গ্রীষ্মকালে গরম খুব স্বাভাবিক ব্যাপার। | |
5 | তবে বর্তমানে এটা অসহনীয় হয়ে উঠেছে। | Telif Hakkı: Demotix (28/5/2015) |
6 | এবারের তাপদাহে ২,৩০০'র বেশি মানুষ মারা গেছেন। | |
7 | মৃতের সংখ্যার দিক দিয়ে যা বিশ্বের পঞ্চমতম। ভারতের পূর্বাঞ্চলের রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানায় তাপদাহ সবচে' বেশি প্রভাব ফেলেছে। | Sıcaklık, yaz boyunca Hindistan'da alışagelmiş bir şey, fakat ülkenin son sıcak hava dalgası 2.300 kişiden fazlasının ölümüne neden oldu ve dünya üzerinde ölümcül afetler sıralamasında beşinci sıraya yükseldi. |
8 | তীব্র গরমের কারণে বেশিরভাগ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। | Doğu eyaletleri Andhra Pradesh ve Telangana'yı büyük ölçüde etkilerken, sıcak hava dalgası yüzünden insanlar evlerinden çıkamadı. |
9 | ছিন্নমূল মানুষেরাই তাপদাহে সবচে' বেশি ভুগছেন। | Sığınacak yeri olmayanlar için yükselen sıcaklıklar tam bir işkenceydi. |
10 | কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণকর্মী, বৃদ্ধ ও ছিন্নমূল মানুষেরাই বেশি হারে গরমজনিত পীড়া ও পানিশূন্যতায় আক্রান্ত হচ্ছেন। | |
11 | অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানার সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। | Yetkililerin açıklamalarına göre, güneş çarpması ve susuzluktan etkilenen sıcak hava dalgasının mağdurlarının çoğu inşaat işçileri, yaşlılar ve evsizler. |
12 | তাপদাহ মোকাবেলায় অন্ধ্রপ্রদেশ সরকার প্রচারণা কার্যক্রম শুরু করেছে। | Andhra Pradesh ve Telangana'da sıcaklıklar 117 Fahrenheit'ı (47 santigrat derece) buldu. |
13 | এর অংশ হিসেবে রাজ্যের নাগরিকদের বাইরে বের না হওয়া, বেশি করে পানি পান করা, সানস্ট্রোকের হাত থেকে বাঁচতে বাইরে বের হওয়ার সময়ে ছাতা ব্যবহার করার পরামর্শ দিয়েছে। | Sıcak hava dalgasıyla ilgili, Andrha Pradesh eyalet yönetimi, halka evlerinden çıkmamaları, bol su tüketmeleri, güneş çarpmasından korunmak için şemsiye kullanmaları ve başları ile vücutlarını örtmelerini öneren bir kampanya oluşturdu. |
14 | ভারত সরকারের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওয়েবসাইটে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে দেশে ঘন ঘন তাপদাহের ঘটনা ঘটছে। | Hindistan devletinin Ulusal Afet Yönetim Merkezi‘inin web sitesinde bildirdiğine göre, küresel iklim değişikliğine bağlı olarak, ülke daha şiddetli ve daha sık yaşanan sıcak hava dalgaları yaşıyor. |
15 | অনেকে টুইটার এবং অন্যান্য সংবাদ মাধ্যমে মৃতের সংখ্যা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেও তাপদাহ থেকে কেন রক্ষা পায়নি সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। | |
16 | নিচের এই ছবিটি হিন্দুস্তান টাইমসের। ছবিটি বিশ্বজুড়ে বিপুল পরিমাণ রিটুইট হয়েছে। | Twitter ve birçok haber basınında ölü sayısına karşı tepkiler yer aldı, fakat hâlen çoğunun sığınacak yeri olmadığından dolayı öldüğü gerçeği vurgulanmadı. |
17 | যদিও গ্লোবাল ভয়েসেস এই ছবিটির সত্যাসত্য যাচাই করতে পারেনি। | Hindustan Times tarafından bu fotoğraf paylaşılıp birçok retweet ve küresel haber yorumları alırken, Global Voices haberin gerçekliğinden emin değil. |
18 | দেখুন: দিল্লি'র এই রাস্তা গরমের কারণে গলে যাচ্ছে। | İzle: Delhi'deki bu yol kavurucu sıcaktan eridi. |
19 | জনগণ তীব্র তাপদাহকে কীভাবে নিচ্ছে, তার কিছু ইতিবাচক দিকও উঠে এসেছে। তাতে প্রাণিকূলও রয়েছে। | Bazıları ise insanların birbirlerine ve hatta hayvanlara bile nasıl yardımcı oldukları yönüyle olumlulukları vurguladı: |
20 | সারাদেশ যখন তীব্র গরমে পুড়ছে, তখন এই চমত্কার চিত্র দেখা গেল। | Tüm ülke sıcak hava dalgasıyla boğuşurken, hoş bir görüntü. |
21 | ভবিষ্যতে তাপমাত্রা যদি আরো বাড়ে, তাহলে কী হবে সেটা ভেবে কেউ কেউ উদ্বিগ্ন হয়েছেন: | Kimisi ise bu olayın gelecekte olacakların bir göstergesi olup olmadığına değindi: |
22 | বৈশ্বিক উষ্ণতা অথবা অতি জনসংখ্যা ভারতে গরম এবং মৃতের সংখ্যা বাড়িয়ে তুলছে। | Küresel ısınma veya aşırı nüfus artışı. Sıcaklık ve ölüm sayısı Hindistan'da artıyor. |
23 | পৃথিবীর নিয়তি কী হবে এটা কি তার আভাস? | Bu geleceğe dair bir görüntü mü? |
24 | কেউ কেউ সরকারকে দায়ী করছেন: | Bir yandan devlet suçlanırken: |
25 | তাপদাহ নিয়ে ইউথকিআওয়াজে আমার নিবন্ধ। | Sıcaklık dalgası üzerine yazdığım makale. |
26 | কেউ কেউ সংবাদ মাধ্যমকে দোষারোপ করছেন বিষয়টি ঠিকঠাকমতো তুলে না আনায়: | Bir yandan da bu konu üzerinde yeterince durulmadığı için medya suçlandı: |
27 | অন্ধ্রপ্রদেশে তাপদাহ না হয়ে যদি বন্যা বা ভুমিকম্প হতো, তাহলে এটা সবার ব্যাপক মনোযোগ পেত। | |
28 | মানুষ সেখানে ছুটে যেত। “হায় আল্লা, ২০০০ মানুষ মারা গেছে। | Andhra Pradesh'te yaşanan sel veya deprem olsaydı, herkes oraya yönelirdi. |
29 | প্রার্থনা করছি…” | İnsanlar. |
30 | তাপদাহে বেশিরভাগ মানুষ মারা গেছেন অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানা রাজ্যে। | “Aman Tanrım 2000 ölü, güçlü olun, dua ediyoruz…” derlerdi. |
31 | এদের বেশিরভাগই আবার নির্মাণকর্মী। তীব্র তাপমাত্রার সময়েও তারা কাজ করেছেন। | Andhra Pradesh ve Telengana eyaletlerinde ölenlerin çoğu, sıcaklık zirveye ulaştığında bile inşaat sitelerinde çalışmaya devam eden emekçilerdi. |
32 | রিচার্ড মহাপাত্র ইউথ কি আওয়াজ ওয়েবসাইটে অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানার রাজ্য সরকারকে তাপদাহে মৃতের সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে ওড়িশা সরকারের নীতি অনুসরণের পরামর্শ দিয়েছেন: | Richard Mahapatra gençlik haberleri ve eleştiri sitesi Youth Ki Awaaz‘da, Telangana ve Andhra Pradesh'in, Odisha eyaletinin sıcak çarpmasından ölenlerin sayısını nasıl düşürmeyi başardığını örnek almaları önerisinde bulundu. |
33 | ১৯৯৮ সালের তাপদাহে বিপুল প্রাণহানির পর ওড়িশা সরকার একে ঘূর্ণিঝড় অথবা বন্যার মতো দুর্যোগ হিসেবে বিবেচনা করে। | |
34 | প্রতি বছর ফেব্রুয়ারির শেষে সরকার তাপদাহ মোকাবেলায় কর্মসূচি হাতে নেয়। | 1998'de yaşanan ağır kayıplardan sonra, Odisha hükümeti bu duruma siklon yada sel gibi bir afet olarak yaklaştı |
35 | কর্মসূচির একমাত্র উদ্দেশ্য হলো: গরমে মানুষ যেন মারা না যায়। স্কুল-কলেজের সময়সূচির পরিবর্তন হয়। | Şubat sonuna doğru, devlet sıcak hava dalgasıyla başa çıkmak için tek bir hedefle hazırlıklara başladı: Can kaybı yaşanmaması. |
36 | খুব সকালে ৬. ৩০ মিনিটে ক্লাস শুরু হয়ে দুপুর ১২টার মধ্যে শেষ হয়ে যায়। | Okul ve üniversitelerde dersler sabah erken saatlere alındı. |
37 | সরকারি অফিসের সময়সূচিরও পরিবর্তন আসে। | Sabah 6.30 da başlayıp öğlen 12'de bitiriyorlardı. |
38 | স্কুলের পরীক্ষা মার্চে অনুষ্ঠিত হয়। | Devlet kurumları da aynı kuralları uyguluyordu . |
39 | দুপুর ১২টা থেকে বিকেল ৩. | Sınavlar Mart'ta yapılıyordu. |
40 | ৩০ পর্যন্ত সব ধরনের পাবলিক বাস সার্ভিস বন্ধ থাকে। | Toplu taşıma öğlen 12 ile 3.30 arasında hizmet vermiyordu. |
41 | এমজিএনআরইজিএ'র মতো জন মজুরি কার্যক্রম বেলা ১১. ৩০ থেকে বিকেল ৩. | MGNREGA gibi bayındırlık işleri sabah 11.30 ile öğle 15.30 arası durduruluyordu. |
42 | ৩০ পর্যন্ত স্থগিত রাখা হয়। গরমে শীতল পরশ নিতে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে এক নাগা যুবক পানিতে ঝাঁপিয়ে পড়ছেন। | Dimapur, Nagaland, Hindistan'da bulunan Naga'lı bir genç sıcak bir yaz gününde serinlemek için küçik bir dere kenarından suya atlıyor . |
43 | ছবি তুলেছেন কেইসি মাও। | Fotoğraf Caisii Mao tarafından çekilmiştir. |
44 | স্বত্ত্ব: ডেমোটিক্স (২৩/৫/২০১৫)। | Telif Hakkı: Demotix (23/5/2015) |
45 | বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বিষয়ক এক গবেষণায় দেখা গেছে, গরম বাড়ার কারণে ভারতের শ্রমিকদের কর্মক্ষমতা সীমিত হয়ে গেছে। | Doğa İklim Değişikliği ile ilgili bir çalışma, artan hava sıcaklığının şimdiden Hindistan'da işgücünün kapasitesinin düşmesine neden olduğunu ortaya koydu. |
46 | অন্য একটি গবেষণায় দেখা গেছে, তীব্র গরম ভবিষ্যতে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। | Başka bir çalışma ise sıcaklık dalgasının gelecekte giderek ölümcül hale geleceğini ve 250 milyon çiftçinin mağdur olacağını gösteriyor |
47 | ২৫০ মিলিয়ন কৃষক ক্ষতির শিকার হবেন। | Enerji ve klimaların tedarik edilmesi giderek önemli bir konu haline geldi. |
48 | জ্বালানি এবং এয়ার কন্ডিশন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে। | 2014'te, Başbakan Narendra Modi 2019'a kadar uluslararası elektrik erişimini seçim platformunun bir parçası yaptı. |
49 | ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০১৯ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ সুবিধা দেয়ার কথা বলেছেন। | |
50 | দেশটির মধ্যবিত্ত শ্রেণির উত্থান এবং জলবায়ু পরিবর্তনের কারণে চলতি বছরে এয়ার কন্ডিশনের চাহিদা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। | Orta sınıfın yükselmesi ve iklim değişikliği klimalara olan talebi bu yıl %20 oranında arttırdı. |
51 | বৈশ্বিক সম্প্রদায় প্রাকৃতিক বিপর্যয় কীভাবে প্রতিরোধ ও মোকাবেলা করবেন তা দেখার বিষয়। | Küresel toplumun doğal afetlere karşı nasıl hazırlıklı olacağı ve nasıl korunacağı henüz belli değil. |
52 | তবে কেরালায় খুব শীঘ্রই বর্ষাকাল শুরু হতে যাচ্ছে। তখন সারাদেশে ভ্রমণ করা যাবে। | Neyse ki Kerala'da mevsim rüzgarları esmeye başladı ve çok yakında bütün ülkeyi dolaşmaya başlayacak. |
53 | যখন মৌসুমী বায়ু বইবে, আপনি তখন যদি কেরালার সমুদ্র উপকূলে থাকেন, আপনার খুব ভালো লাগবে। | Muson Rüzgârları döndüğünde Kerala'nın güney ucunda durursanız, böyle bir şey göreceksinizdir. |