# | ben | tur |
---|
1 | ইথিওপিয়ার ব্লগার আতনাফ বেরাহানেঃ তরুণ, সাহসী এবং কারাবন্দী | Etiyopyalı Blog Yazarı Atnaf Berahane: Genç, Cesur ve Hapiste |
2 | জোন নাইন ব্লগারের সদস্য আতনাফ বেরহানে, ইথিওপিয়ার মানবাধিকার লঙ্ঘন নিয়ে লেখার কারণে জেলে। | Atnaf Berhane, Zone 9 yazarlarından birisi. |
3 | (ছবির কৃতিত্ব মেলোডি সান্ডবার্গের যে এই ডিজিটাল ড্রয়িং এঁকেছে। | Etiyopya'daki insan hakları ihlalleri ile ilgili yazılarından sonra hapse atıldı. |
4 | এই ছবিটি তার অনুমতিক্রমে প্রকাশ করা হয়েছে)। | (Görüntü: Melody Sundberg, izin ile kullanılmıştır.) |
5 | এপ্রিল ২০১৪-এ ইথিওপিয়ায় নয়জন ব্লগার এবং সাংবাদিককে গ্রেফতার করা হয়। | Geçen Nisan Etiyopya'da dokuz gazeteci ve blogger gözaltına alınmıştı. |
6 | যাদের মধ্যে কয়েকজন পুরুষ এবং নারী ব্লগার জোন নাইন নামের এক গ্রুপ ব্লগে কাজ করত, যে ব্লগে ইথিওপিয়ার সামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে লেখা হত এবং সেখানে মানবাধিকার এবং সরকারের দায়িত্বশীলতা বিষয় তুলে ধরা হত। | Bu kişilerden birkaçı, Etiyopya'daki toplumsal ve politik olaylar ile ilgili yazıyorlardı ve insan haklarının yanısıra hükümetin sorumluluk almasını destekleyen kolektif blog Zone9 ile çalışıyordu. |
7 | গ্রেপ্তারকৃত এই নয়জনের মধ্যে চারজন গ্লোবাল ভয়েসেস-এর লেখক। | Dört tanesi ise Global Voices yazarıydı. |
8 | জুলাই মাসে তাদের বিরুদ্ধে দেশটির সন্ত্রাসবাদ বিরোধী আইনে আভিযোগ আনা হয়, তখন থেকে তারা কারা প্রকোষ্ঠে বন্দী। | Haziran ayında ülkenin Terörizm Karşıtı Yasası altında cezalandırıldılar. |
9 | তাদের নির্ধারিত সময়ের শুনানী বাতিল করা হয় এবং এরপর থেকে বার বার তাদের শুনানী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়ার বদলে কেবল বাতিল হচ্ছে। | O zamandar beri parmaklık ardındalar, mahkelemeri ise defalarca ertelendi. |
10 | গত সপ্তাহে, “তাদেরও নাম রয়েছে” নামক সূচনা পোস্টের মাধ্যমে আমরা সিরিজ এক লেখার সূচনা করি। আশা করা হচ্ছে এইসব লেখায় সেই সমস্ত ব্লগারদের ব্যক্তিগতভাবে তুলে ধরা হবে যারা এখন কারাবন্দী। | Hâlen hapiste olan blog yazarlarına ışık tutmak amacıyla “İsimleri Var” adındaki seriden çıkış makalemizi geçen hafta yayınlamıştık. |
11 | আমরা আশা করছি, তাদের এই বিশেষ এবং বিচিত্র কাহিনী তুলে ধরার সময় সেগুলোকে আমারা মানবিক আকারে উপস্থাপন করব। | Onları birer insan olarak göstermek istiyoruz, onlar hakkında ve onlara özel hikâyeler yazmak istiyoruz. |
12 | এই সপ্তাহে ঘানার লেখক কফি ইয়োবোয়াহ জোন নাইনের সবচেয়ে কনিষ্ঠতম ব্লগার আতনাফ বেরাহানে সম্বন্ধে লিখেছে। | Bu hafta Ganalı yazar Kofi Yeboah, Zone9ers'ın en genç üyesi olan Atnaf Berahane hakkında yazıyor. |
13 | ২৬ বছর বয়স্ক আতনাফ বেরাহানে, জোন নাইন ব্লগারদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ব্লগার। | Atnaf Berahane 26 yaşında ve Zone9 yazarlarının en genç üyesi. |
14 | ২৫ এবং ২৬ এপ্রিল ২০১৪-এ আবেল ওবেলা, বেফাকাদু হাইলু, মাহলেত ফানতাহানু, জেলালেম কিবরেত এবং নাতানায়েল ফেলেকে সহ তাকে গ্রেফতার করা হয় ( তারা সকলে জোন নাইন নামক গ্রুপ ব্লগের ব্লগার) এবং একই ঘটনায় সাংবাদিক আসমামাও হেইলেগেগোরিয়াস, তেসফালেম ওয়ালাদেয়াস এবং এদোম কাসাইয়েকে গ্রেফতার করা হয়। | 25-26 Nisan 2014 tarihlerinde Etiyopya'da Aben Wabela, Befeqadu Hailu, Mahlet Fantahun, Zelalem Kibret ve Natnael Feleke (Zone9 blog topluluğunun tüm üyeleri) ve gazeteci Asmamaw Hailegeorgis, Tesfalem Waldyes and Edom Kassaye ile birlikte tutuklandı. |
15 | ইথিওপিয়া হচ্ছে এমন এক রাষ্ট্র যেখানে সরকার মত প্রকাশের স্বাধীনতাকে দমন করে রাখে। | Etiyopya, ifade özgürlüğünün hükümet tarafından bastırıldığı bir ülke. |
16 | দেশটিতে মিডিয়াকে কঠোর ভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়, বিশেষ করে যখন রাজনৈতিক এবং মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা করা হয়। | Özellikle politika ve insan hakları konularında sıkı bir basın düzenlemesi mevcut. |
17 | যার ফলে নাগরিকরা বেশীর ভাগ সময় ইন্টারনেটে সংবাদ পাঠ করে থাকে। | Sonuç olaraksa insanlar haberleri genellikle internetten okuyorlar. |
18 | নাগরিক সংযুক্তি এবং নাগরিকরা যাতে সংবিধানে তাদের অধিকার ও স্বাধীনতার বিষয়টি উপলব্ধি করতে পারে সে বিষয়ে তথ্য ছড়িয়ে দেওয়ার প্রতি আনতাফের প্রচণ্ড আগ্রহের ফলে জোন নাইন ব্লগের অন্যতম এক প্রতিষ্ঠাতা হিসেবে এটির নেতৃত্বে এগিয়ে আসে। | Atnaf'ın insanlara yasalardaki hak ve özgürlüklerini anlamaları için bilgi yaymaya, sivil katılıma ve insan hakları aktivizmine karşı ilgisi Zone9 Blogu'nu kurmaya yöneltti. |
19 | মানবাধিকারের কার্যক্রমের প্রতি তার তীব্র আগ্রহ তাকে এই সংগঠন স্থাপনে আগ্রহী করে তোলে। | Fakat insan hakları ve özgürlüğüne olan tutkusu onu demir parmaklıklara tıktı. |
20 | কিন্তু মানবাধিকার এবং স্বাধীনতার বিষয়ে তার প্রচণ্ড আগ্রহ তাকে শৃঙ্খলিত করে ফেলেছে। বাস্তব জীবনে, আতনাফ একজন প্রযুক্তি বিশারদ যে আদ্দিস আবাবার বোলে সাব সিটিতে নগর প্রশাসনের সাথে কাজ করে। | Gerçek hayatta Atnaf, Addis Ababa şehri yönetimi Bole bölgesinde çalışan bir Bilişim ve İletişim Teknolojileri Uzmanı. |
21 | ট্রায়ালট্র্যাকারব্লগ, যেখানে তাদের সমর্থকেরা এই মামলা এবং ব্লগারদের তাজা সংবাদ নিয়মিত তুলে ধরে, সেখানে আতনাফকে বর্ণনা করা হয়েছে এক তরুণ ইথিওপিয়ান হিসেবে যে “স্থানীয় দারুণ সব তাজ সংবাদ টুইটারে ঠিকমত প্রদান করার জন্য সুপরিচিত”। | Hapisteki yazarların durumu ve dava hakkında düzenli olarak haber paylaşılan “Trial Tracker Blog”da [dava takipçisi blog] genç Etiyoplalıyı, “Twitter'ını yerel güncellemeler için kullanışıyla bilinen birisi” olarak tanımlıyorlar. |
22 | একই সাথে আতনাফ তার নিজস্ব ব্লগ পরিচালনা করে এবং সে এক ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞ”। | Atnaf aynı zamanda kendi blogunda yazıyor ve bir dijital güvenlik uzmanı. |
23 | আতনাফের মত এত তরুণ এক নাগরিকের চাপা পড়ে উদ্দীপনার করুন বাস্তবতা এই পোস্টে ধরা পড়েছে : | Atnaf gibi genç birinin söndürülen hayâllerinin acı gerçekliği en iyi şekilde bu yazıyla ortaya koyuluyor: |
24 | এটা কি সংযুক্ত ইথিওপিয়া প্রজাতন্ত্র নাকি পুলিশী রাষ্ট্র? | Ülkenin ismi “Etiyopya Federal Demokratik Cumhuriyeti” mi yoksa “Distopya Cumhuriyeti” mi? |
25 | ইথিওপিয়া কি পরাবাস্তবতা (টোয়ালাইট জোন) অতিক্রম করেছে, পঞ্চম মাত্রায় রয়েছে? .. . | Yoksa Etiyopya Beşinci Boyut'a ya da Alacakaranlık Kuşağı'na mı geçti? |
26 | ইথিওপিয়াকে আজকে বলা যেতে পারে “পুলিশী রাষ্ট্র”? | Bugünkü Etiyopya “Distopya Cumhuriyeti” olarak da adlandırılabilir. |
27 | তরুণ এবং তরুণী যাদের বেশী ভাগের বয়স ২০ বছরও অতিক্রান্ত হয়নি, তাদের শুধু ফেসবুকে ব্লগ লেখা এবং স্যোশাল মিডিয়ার নিজস্ব সাইটে নিজেদের মনের কথা তুলে ধরার কারণে সন্ত্রাসী হিসেবে গ্রেফতার করা ও কারাগারে আটকে রাখা হয়েছে। | Yalnızca Facebook ve diğer sosyal medya ortamlarında düşüncelerini yazdıkları için 20'li yaşlarının başlarındaki gençler göz altına alınıyor ve “terörizm” adı altında hapse atılıyor. |
28 | জোন নাইন ব্লগের অন্যান্য স্রষ্টার মত আতনাফ, তার এই কাজের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য, জেলে যাওয়ার নয়। | Diğer Zone 9 yazarları ile hapiste olan Atnaf, hapis cezası değil övgü hak ediyor. |
29 | এটা কেবল আতনাফের ভবিষ্যত নয়, একই সাথে উচ্চকাঙ্ক্ষী সকল তরুণ ও তরুণীর বিচার, যারা নিপীড়ক এক সরকার বাক স্বাধীনতা প্রদানের মত কর্মকাণ্ড গ্রহণে বাধ্য করেছে। | Mahkemede sadece Atnaf'ın geleceği değil, aynı zamanda baskıcı hükümetin ifade özgürlüğü suçlamalarına karşı yer alacak olan her gencin geleceği yargılanmakta. |