# | ben | tur |
---|
1 | সোভিয়েত যুগের নাগরিক প্রতিরক্ষা সনদ ফের চালু করছেন পুতিন | Putin, Sovyet Dönemi Sivil Savunma Planı'nı Geri Getiriyor |
2 | পুতিন এবং এক জন পুরানো জিটিও পোস্টার। | Putin ve eski bir GTO afişi. |
3 | সেটা ছিল আরও নির্দোষ সময়। | O zaman daha masum bir vakitti. |
4 | ছবিটি তৈরি করেছেন এডিটর। | Görüntüler editör tarafıdan düzenlenmiştir. |
5 | রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি সোভিয়েত যুগের একটি অতীত ঐতিহ্যের পুনঃপ্রচলন ঘটানোর ঘোষণা দিয়েছেন। | |
6 | শীতকালীন সোচি অলিম্পিকে রাশিয়ার সাফল্য উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। | Rusya Başkanı Vladimir Putin geçenlerde tarihsel önemi olan bir Sovyet geleneğini canlandıracağını açıkladı. |
7 | পুতিন তাঁর ঘোষণাতে বলেন, “[রাশিয়ার] জাতীয় ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে” সোভিয়েত আমলে প্রচলিত শারীরিক শিক্ষা বিষয়ক একটি কার্যক্রম পুনরায় চালু করা হবে। কার্যক্রমটির অধীনে সকল বয়সী জনগণকে “শ্রম এবং প্রতিরক্ষা বাহিনীতে” (জিটিও) যোগ দিতে শারীরিক দক্ষতার প্রমাণ স্বরূপ সনদপত্র দেওয়া হত। | Rusya'nın Sochi'de Kış Olimpiyatları'ndaki başarısını kutlamak için yapılan etkinliğin konuşmasında Putin; her yaştan insanın “İş Gücü ve Savunma için Hazırlılık” (GTO) için belgelendirildiği fiziksel eğitim programının canlandırılmasının: “Rusya'nın milli tarihi geleneklerine bağlılığını göstereceği“ni söyledi. |
8 | এমন একটি ঘোষণা অপ্রত্যাশিত ছিল না। | [en- bütün linkler] Açıklama beklenmedik değildi. |
9 | দুই সপ্তাহ আগে ব্লগার আন্দ্রেই মালজিন এমন একটি গুজব তাঁর ব্লগে প্রথম পোস্ট করেছিলেন। তিনি পর্যবেক্ষণ [রুশ] করেছেনঃ | Söylentiyi ilk defa blogcu Andrei Malgin iki hafta önceden bloğunda yazdı, bakınız [ru]: |
10 | মানে দাঁড়াচ্ছে যে শিশুদের খেলাধুলায় আগ্রহী করে তোলার বদলে তারা তাদেরকে দক্ষতার সনদ দিয়ে খেলাধুলায় জড়িত হতে বাধ্য করবেন। | Yani çocukları spor ile ilgili hale getirmek yerine, onları spor ile uğraştıracaklar. |
11 | তারা খেলাধুলাকে একটি ঘৃণ্য প্রয়োজনে পরিণত করতে চলেছেন। | Sporu nefret dolu bir mecburiyete çevirecekler. |
12 | কিসের জন্য? | Ne için? |
13 | “হ্যালো, স্পার্টা” শিরোনামে ব্লগার এলিস_এসভিএস একট পোস্টে বিস্ময় প্রকাশ [রুশ] করে বলেছেন, যে সব শিশুরা স্বাস্থ্যগত কারণে খেলাধুলায় অংশ নিতে পারবে না তাদের কি হবেঃ | “Merhaba, Sparta” başlıklı bir yazıda blogcu alis_svs, sağlık nedenlerinden dolayı katılamayacak çocuklara ne olacağını merak [ru] ediyor: |
14 | মস্কোর প্রতি তিনজনে একটি শিশু সিওপিডি'তে [ক্রনিক অবসট্রাক্টিভ পালমোনারী ডিজিজ] আক্রান্ত। ইতোমধ্যে এই সংখ্যা তিনে উন্নীত হয়েছে। | Moskova'da, her üç çocuktan biri, yaşları üçe geldiğinde, KOAH'a [kronik obstrüktif akciğer hastalığı] yakalanıyor, diğer hastalıkların sayısı üzerinde zarifçe sessiz duracağım.. |
15 | অন্যান্য অসুস্থতার পরিসংখ্যান সম্পর্কে কৌশলগত কারণে আমি চুপ করে থাকবো… ঘোষণাটি দেওয়ার পর কয়েকজন প্রবীণ ব্লগার তাদের পুরনো অভিজ্ঞতা স্মরণ করেছেন। | Duyuru yapıldıktan sonra, daha yaşlı blogculardan bazıları olayı Sovyet Okulları'ndaki korkularından biri olarak anımsadılar. |
16 | এটি সোভিয়েত বিদ্যালয়গুলোর অন্যতম একটি আতঙ্ক ছিল। | Bir blogcu şöyle [ru] yazdı: |
17 | একজন ব্লগার লিখেছেন [রুশ]: | Okulda fiziksel eğitimden nefret ettim. |
18 | বিদ্যালয়ে পড়া অবস্থায় শারীরিক শিক্ষা বিষয়টিকে আমি ঘৃণা করতাম। | Şiddetle, ölesiye istemedim. |
19 | প্রচন্ড রাগের সাথে এবং তীব্রভাবে এই প্রক্রিয়ার বিরোধী ছিলাম। | |
20 | […] এর কথা চিন্তা করলেই ভয়ে আমার গা শিউরে উঠতো। | […] Düşündüğümde tüylerim diken diken oluyor. |
21 | নমনীয় ফিতার সাথে নোংরা সার্টিন কাপড়ের আঁটসাঁট হাফপ্যান্ট, নিচে কালো বর্ডার দেয়া সাদা জামা পরে সবাই লাইন ধরে দাঁড়ানো […] হে প্রভু, এটা কি সত্যিই এখনও স্পষ্ট নয় ?! | Lastik bantlı tiksindirici parlak şortlar, siyah alt-beyaz üst eşofmanlar, herkes sıraya geçiyor […] Tanrım, hiç mi belli değil?! |
22 | আপনারা এ ধরণের বঞ্চনা মূলক “আদর্শ” পালন করতে জনগণকে বাধ্য করতে পারেন না, না, না। | Yapamaz, yapamaz, yapamazsın, insanları kuruntusal bir “norm”a teslim olmaya ZORLAYAMAZSIN! |
23 | এতে কোন আদর্শ নেই! | Norm diye bir şey yoktur! |
24 | এটি শুধুমাত্র একটি মতি বিভ্রম! | Bu hastalıktır! |
25 | এই ডিক্রি জারির ক্ষেত্রে কিছু ইতিবাচক প্রতিক্রিয়াও এসেছে। | Karara bazı olumlu tepkiler de vardı. |
26 | তাতিয়ানা মালইনা তাঁর ফেসবুক ওয়ালে [রুশ] লিখেছেনঃ | Tatiana Malkina Facebook duvarında [ru]: |
27 | এটি খুব অদ্ভূত এবং কম জনপ্রিয়। আমি জানি… কিন্তু জিটিও মানদণ্ড নিয়ে আমার কোন রকম সমস্যা নেই। | Rağbet görmeyen ve tuhaf bir şey, biliyorum… ama GTO standartlarıyla hiç bir sorunum yok. |
28 | এমনকি আমি একমাত্র মেয়ে হিসেবে একটি নকল গ্রেনেড ১১ মিটার দূরত্বে ছুঁড়েছি… বেশ কিছু কারণে এই সমগ্র প্রক্রিয়াটিতে আমি প্রত্যাখ্যান করতে বা এটির বিরোধিতা করতে পারছি না। | Hatta taklit el bombasını istenen 11 metreye atan tek kızdım… nedense bütün olay beni itiraz veya red ettirmedi. |
29 | শুধুমাত্র রাজনৈতিক তথ্য, ইতিহাস এবং কখনও কখনও সাহিত্য বিষয়ে আমার কিছুটা সমস্যা রয়েছে। | Sorunum sadece politik bilgi, tarih ve bazen de edebiyattı. |
30 | পুতিন প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় এটাই স্বাস্থ্য বিষয়ক প্রথম পদক্ষেপ নয়, যা ক্রেমলিন গ্রহণ করেছে। | Bu, Putin'in başkanlığı sürecinde Kremlin'in başlattığı ilk sağlık kampanyası değil. |
31 | ২০১১ সালে পাস করা একটি আইনে অ্যালকোহল এবং সিগারেটের উপর ট্যাক্স বৃদ্ধি জনিত কারণে দাম বাড়ানো হয়েছে। আর এ কারণে অ্যালকোহল এবং সিগারেটের দাম ২০১৪ সাল নাগাদ প্রায় দ্বিগুণ হয়েছে। | Bir 2011 yılı yasası alkol ve sigara vergilerini adım adım arttırmayı amaçlıyordu, böylece fiyat 2014 yılına kadar neredeyse iki katına çıkacaktı. |
32 | তাঁর সাথে সাথে গত জুন মাস থেকে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করে একটি আইন কার্যকর করা হয়েছে। | Ek olarak, geçen Haziran'da halka açık mahallerde sigara içmeyi yasaklayan [en] bir yasa yürürlüğe girdi. |
33 | কিন্তু ক্রিমিয়াতে রাশিয়ার আকস্মিক হামলা চালানোর পর কর্তৃপক্ষ জনপ্রিয় দেশপ্রেম অনুভূতির সুবিধা নিতে চেষ্টা করছে। | Fakat belki de yetkililer Rusya'nın Kırım istilasından sonra oluşan yaygın vatanseverlikten yararlanmaya çalışıyorlardı. |
34 | তাই একজন ব্লগার মন্তব্য [রুশ] করেছেনঃ “তারা আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে চাচ্ছেন।” | Bir blogcunun belirttiği gibi [ru]: “Bizi savaşa hazırlıyorlar.” |