# | ben | tur |
---|
1 | চিলির সাংবিধানিক সংস্কারের দাবি “সব বিক্ষোভ প্রতিবাদের” | ‘Protestoların Protestosu’ ile Şili'de Anayasal Reform Çağrısı |
2 | চিলির সান্তিয়াগোতে সকল বিক্ষোভ প্রতিবাদ। | Protestoların Protestosu, Santiago, Şili. |
3 | ছবিঃ @SorayaSM | Fotoğraf: @SorayaSM |
4 | “সব প্রতিবাদের চালিকা শক্তি ঐক্যবদ্ধতা” স্লোগানটিকে সামনে রেখে ৪০ টিরও বেশি সুশিল সংস্থা [স্প্যানিশ] (শিক্ষার্থী সংস্থা [স্প্যানিশ] ব্যতীত) “সব বিক্ষোভ প্রতিবাদ” [স্প্যানিশ] জানাতে একত্রিত হয়েছে। | |
5 | সান্টিয়াগোতে এই প্রতিবাদ কর্মসূচীতে কয়েক হাজারেরও বেশি লোক সমবেত হয়েছে। | Bu yazıda aksi belirtilmeyen tüm linkler İngilizcedir. |
6 | তাদের দাবি, সংবিধান সংশোধন করার অধিকার আছে এমন কর্তৃপক্ষের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরি করা হোক। চিলির বর্তমান রাজনৈতিক সংবিধানটির পরিবর্তন করতে মিশেল বাশেলেটের সরকারের কাছে আবেদন জানাতে সুশীল সমাজকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনীয়তা থেকেই গত ২২ মার্চ রবিবার এই সমাবেশের আয়োজন করা হয়। | “Tüm protestoların nedenleri birleşti” sloganı ile 40'ın üzerinde sivil örgüt (öğrenciler hariç) ve yüz binden fazla insan, ‘Prostestoların Protestosu‘ ile; kurucu bir meclis yoluyla yeni bir anayasa talep etmek için Santiago'da toplandı. |
7 | সংবিধানটি অগাস্টো পিনোচেটের সামরিক একনায়ক তন্ত্র চলার সময় প্রণয়ন করা হয়েছিল। | [es - tüm linkler] |
8 | বর্তমান সুশীল সমাজের গণতান্ত্রিক কার্যক্রমকে সীমিত করে দিতে পারে, এমন ভাবাদর্শগত বৈশিষ্ট্য এই সংবিধানটির রয়েছে। তাই এই সংবিধানের কিছু অধ্যায় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। | 22 Mart Pazar günü bu olayın ortaya çıkma nedeni; Augusto Pinochet‘in [tr] askeri diktatörlüğü döneminde yürürlüğe konulan Şili Anayasası‘nın değiştirilmesi için Michelle Bachelet'in hükümetine yapılacak olan bir talepte bulunmak amacıyla sivil halkın bir araya gelmesi oldu. |
9 | জারিকৃত সমনে সুপারিশের একটি দীর্ঘ তালিকা রয়েছে। | Halk bir çok istekte bulundu. |
10 | এসব সুপারিশের মধ্যে কয়েকটি হলঃ দেশীয় জনগণের আত্ম-সংকল্প; বিনামূল্যে মানসম্মত শিক্ষা; একটি নতুন শ্রম আইন; অভিবাসীদের জন্য অধিকার এবং দেশান্তর নীতি; শিশু দত্তক নেয়া সহ সম বিবাহ; রোগনিরাময়ের জন্য গর্ভপাতের অধিকার; একটি নতুন ঔষধ নীতি; বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্য সেবা; চিলির শিল্পীদের অধিকার; বাঁধ ব্যতীত পাতাগোনিয়া; এবং সুন্দর শান্তি। | Bunların arasında: Yerli halkın kendi kaderini belirlemesi; ücretsiz, kaliteli eğitim; yeni bir iş kanunu; göçmenler için haklar ve göç idaresi; evlat edinme ile eşitlikçi evlilik; tedavi amaçlı kürtaj; yeni uyuşturucu madde politikası; ücretsiz, kaliteli sağlık hizmeti; Şilili sanatçılar için haklar; barajların olmadığı bir Patagonya [tr]; ve adil barış vardı. |
11 | চিলির সান্তিয়াগাতে সকল বিক্ষোভ প্রতিবাদ। | ‘Protestoların Protestosu', Santiago, Şili. |
12 | ছবিঃ @SorayaSM | Fotoğraf: @SorayaSM |
13 | আবেদনের মধ্যে বিশ্বজনীন অধিকার আইনও রয়েছে। | Taleplerden bir diğeri ise evrensel haklar yasası. |
14 | মোভিমিয়েনতো মোভিলাইজানদোনস [স্প্যানিশ] সংস্থাটির কোঅর্ডিনেটর ডেভিড অরডিনেস এ বিষয়ে গ্লোবাল ভয়েসেসকে বলেছেন, তারা একটি বিশ্বজনীন অধিকার আইন দাবি করছেন। | Bu konu üzerinde Movimiento Movilizándonos [es] kordinatörü David Órdenes, talep ettikleri evrensel haklar yasasının daha çok çocuklara ve gençlere yönelik olacağını belirtti. |
15 | এ আইনটি বিশেষ ভাবে শিশু এবং তরুণদের অধিকারকে গুরুত্ব দিয়ে করা হোক, যেন শিশুদের যা দরকার তা এখন থেকেই এই সমাজ তাকে দিতে পারে। কারন, তারাই গনতন্ত্র এবং সমাজের মূল চাবিকাঠি… আর সব বিক্ষোভ প্রতিবাদ জানানো প্রয়োজন, কারণ, আমরা সুবিবেচক এবং আমাদের কিছু প্রস্তাবনা রয়েছে।” | “Böylece şu andan itibaren toplum; çocuklarına ihtiyacı olanları sağlayacak, çünkü onlar demokrasinin kendisi, çünkü onlar sosyal aktörler.. ve öyleyse ‘Protestoların Protestosu' anlayışlı olduğumuz ve tekliflerde bulunduğumuz gerçeğiyle ilgilidir.” |
16 | পুলিশ বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ানোর পূর্ব পর্যন্ত অর্থাৎ মার্চের শেষ পর্যন্ত বেশ শান্তিপূর্নভাবে এই বিক্ষোভ প্রতিবাদ জানান হয়েছে। | Geniş çaptaki protestolar, yürüyüşün sonunda polis kuvveti ile çatışmalar başlayana kadar olaysız geçti. |
17 | প্রতিবাদ পালনের বিভিন্ন কর্মসূচী বিষয়ক কয়েকটি টুইট এখানে দেয়া হলঃ | İşte günün gidişatı ile ilgili bir kaç tweet: |
18 | সব বিক্ষোভ প্রতিবাদ… যেন বিশাল এক জনসমুদ্রে পরিণত হয়েছে | DEVASA …Protestoların Protestosu'nda |
19 | সকল বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচীর মূল কারণ হচ্ছে সবার জন্য উপযুক্ত একটি সংবিধান প্রণয়ন। | Protestoların Protestosu'nda bütün sorunların bulunduğu bir anayasa var, bir Kurucu Meclis'in meyvesi var. |
20 | [১৬:২০] @মভিলহ [স্প্যানীশ] হিসাব করে দেখেছেন যে সকল বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচী পালন করতে সান্টিয়াগোতে প্রায় ১৫ লক্ষ লোক জড়ো হয়েছেন। | [16:20] @Movilh [es] yaklaşık 150.000 kişi Protestoların Protestosu'nda Santiago'da toplandı. |
21 | কেউ আমাকে বলেনি যে আমিও সেখানে ছিলাম। সেখানে শান্তি বিরাজ করছিল এবং কোন রকম উত্তেজনা ছাড়াই পুলিশ বাহিনী জল কামান নিয়ে এগিয়ে আসে। | Kimse söylemedi, oradaydım, olay yoktu ve polisler nedensiz yere tazyikli sularıyla geldiler. |
22 | এই প্রতিবাদ কর্মসূচী সম্পর্কিত আরও কিছু টুইট আপনারা #লামারশাদেতোদাসলাসমারচাস হ্যাশট্যাগটিতে দেখতে পাবেন। | #lamarchadetodaslasmarchas ile protesto hakkında daha fazla tweet bakabilirsiniz. |