# | ben | tur |
---|
1 | চ্যাপেল হিলে মর্মান্তিক দূর্ঘটনাঃ “খুনিরা মুসলমান হলে, গল্পটি ভিন্ন হতো” | Chapel Hill Trajedisi: ‘Katil Müslüman Olsaydı Hikâye Bambaşka Olurdu’ |
2 | দিয়াহ বারাকাত, ইয়ুসর এবং রাজান আবু-সালহার প্রতি @_এমজেড_কুল এর শ্রদ্ধাঞ্জলি | Deah Barakat, Yusor ve Razan Abu-Salha adına bir gönderi, @_mz_cool |
3 | মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তরুণদের নিয়ে কাজ করেছে সেনাদলগল্প প্রকল্প। | |
4 | এ প্রকল্পের অধীনে গত বছর কিছু সাক্ষাৎকার ধারণ করা হয়েছে। | “Hepimiz tekiz, tek kültürüz.” |
5 | ২১ বছর বয়সী একজন শিক্ষার্থী ইয়ুসর আবু-সালহা তাঁর সাক্ষাৎকারে বলেছিলেন, “আমরা সবাই এক, একই সংস্কৃতি”। | |
6 | উত্তর ক্যারোলিনার চ্যাপেল হিল এলাকায় অবস্থিত নিজ বাসায় এ সপ্তাহে আবু-সালহাকে তাঁর বোন রাজান (১৯) এবং স্বামী দিয়াহ বারাকাত (২৩) সহ নৃশংসভাবে হত্যা করা হয়েছে। | |
7 | এ ঘটনায় তাদের প্রতিবেশী ক্রেইগ স্টিফেন হিকসকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাঁর বিরুদ্ধে প্রাথমিকভাবে খুনের অভিযোগ আনা হয়েছে। | |
8 | দুই তরুণীর বন্ধুবান্ধবদের বলা গল্পগুলো থেকে হিকসকে একজন রাগী লোক হিসেবে সচিত্র বর্ননার পরিচয় পাওয়া যায়। কেননা তিনি মাঝে মধ্যে তাদের ভয় দেখাতেন। | Dedi 21 yaşındaki öğrenci Yusor Abu-Salha geçen yıl StoryCorps projesi tarafından “ABD'de büyümek” ile ilgili bir ropörtaj sırasında. |
9 | অপরদিকে হিকসের স্ত্রী তাকে যথেষ্ট সহনশীল একজন মানুষ হিসেবে চিত্রিত করেছেন। তিনি দাবি করেছেন, “গাড়ি পার্কিং বিরোধ” নিয়ে তিন খুনের ঘটনাটি ঘটেছে। | Bu hafta Chapel Hill, Kuzey Karolina'da evlerinde Abu-Salha kardeşi Razan (19) ve kocası Deah Barakat (23) ile birlikte vahşice öldürüldü. |
10 | ঘৃণা তাড়িত হয়ে এই অপরাধ কর্মটি ঘটানো হয়েছে বলে অনেকেই মনে করছেন। আর এ ঘটনার প্রতিক্রিয়ায় তারা তাই জানিয়েছেন। | Polis komşuları olan Craig Stephen Hicks'i tutuklayıp birinci dereceden cinayet ile suçladı. |
11 | ইয়ুসর এবং রাজানের বাবা ডঃ মুহাম্মাদ আবু-সালহা খুনের ঘটনাটিকে একটি ঘৃণ্য অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত করতে তাদের শেষকৃত্য অনুষ্ঠান থেকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন। | İki genç kadının arkadaşlarından duyulanlar Hicks'i, onları korkutan sinirli bir adam olarak betimlerken Hicks'in karısı onun hoşgörülü birisi olduğu söylüyor ve üçlü cinayetin bir “park meselesinden” doğduğunu öne sürüyor. |
12 | এক প্রতিবেদনে বলা হয়েছে, বস্তুত এফবিআই তদন্ত কাজ হাতে নিয়েছে। | Birçok kişinin nefret kaynaklı olarak gördüğü cinayete karşı tepki yığılması yaşandı. |
13 | খুনের ঘটনাটি নিয়ে প্রেসিডেন্ট ওবামার নীরব থাকা প্রসঙ্গে সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট তাইয়্যেপ রিসেপ এরদোগান বলেছেনঃ “এমন একটি ঘটনা ঘটে যাওয়ার পরেও যদি আপনি নীরব থাকেন এবং কোন বিবৃতি না দেন, তবে বিশ্বও আপনার প্রতি নীরব হয়ে থাকবে”। | Yusor ve Razan'ın babası Dr. Muhammad Abu-Salha, cinayetin nefret suçu olarak soruşturulması için cenazeden Obama'ya çağrıda bulundu, haberlere göre FBI bir soruşturma başlatmış. |
14 | অনেকেই তাঁর আবেগ প্রতিধ্বনিত করেছেন। এদের মাঝে মধ্যপ্রাচ্যের অনেক রাজনীতিবিদও রয়েছেন। | Öldürmeler üzerine Erdoğan, Obama'nın sessizliği konusunda eleştiride bulundu: “Siz bu tip olayda sessiz kalırsanız dünya da size sessiz kalacaktır. |
15 | জুয়ান কোল যেমনটি উল্লেখ করেছেন। | ” dedi. |
16 | সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে লোকজন এই ঘটনায় প্রচার মাধ্যমের প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা করেছেন। | Juan Cole'ün dikkat çektiği üzere bu Orta Doğu'daki politikacıları da içeren birçok kişiyle yankı eden bir duyarlılıktı. |
17 | তারা উল্লেখ করেছেন, একই ধরনের অন্য যেকোন অপরাধের চেয়ে এক্ষেত্রে প্রতিক্রিয়া বেশ ধীর। | Sosyal medyada, insanlar basının tepkisini eleştirdi. |
18 | অভিযুক্ত খুনীর পটভূমি এক্ষেত্রে আলোচনার কোন বিষয় হয়ে দাঁড়ায়নি। তবে তিনি যদি কোন আরব বা মুসলিম হতেন, তবে তা অবশ্যই আলোচনার বিষয়ে পরিণত হতো। | Benzer suçlara verilen tepkilerden ve katilin Arap veya Müslüman olduğu, tartışmalı bir geçmişi olan durumlardan daha yavaş olduğu belirtildi. |
19 | ফিলিস্তিনি সাংবাদিক আলি আবুনিমাহ টুইট করেছেনঃ | Filistinli haberci Ali Abunimah tweet attı: |
20 | আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, কানসাস শহরের ইহুদি কেন্দ্রে গুলি বর্ষনের ঘটনায় ওবামা তাৎক্ষনিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। | Hatırlatıyorum, Kansas Şehri Yahudi Merkezi ölümlerine Obama hemen cevap verdi. |
21 | পক্ষান্তরে চ্যাপেল হিলের ঘটনায় তিনি একেবারে নীরব। | Chapel Hill ile ilgili sessizliğini karşılaştırın. |
22 | মরক্কান বংশোদ্ভূত আমেরিকান লেখিকা লাইলা লালামি এক ধারাবাহিক টুইটে অনেকের প্রতিক্রিয়া একত্রিত করেছেন। তিনি বলেছেনঃ | Bir tweet serisinde Faslı-ABD'li yazar Laila Lalami birçok kişinin tepkisini sentezledi: |
23 | শ্বেতাঙ্গ খুনি এবং মুসলমান শিকারদের সম্পর্কে হতে পারে আমরা কিছুই জানি না, তবে এদের ভূমিকা যদি উলটে যেত অর্থাৎ শ্বেতাঙ্গ শিকার এবং মুসলমান খুনী হতো তবে আমরা জানি প্রচার মাধ্যম কতোটা উদ্বেগ নিয়ে তা প্রচার করতো। | |
24 | একটি গাড়ি পার্কিং জায়গা নিয়ে বিরোধের নিষ্ফল চেষ্টা ইতোমধ্যেই প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। | Beyaz katil ve Müslüman mağdurlar hakkında tüm detayları bilmiyor olabiliriz, fakat roller tam tersi olsaydı basının olaya nasıl tepkisi olacağını biliyoruz. |
25 | সেখানে প্রমাণের চেষ্টা চলছে যে কোন প্রকার ধর্মীয় গোঁড়ামির বশবর্তী হয়ে খুন করা হয়নি। | Cinayetlerin bağnazlık ile harekete geçmediği, bir park çekişmesinin gereksizliği halihazırda delil gösteriliyor. |
26 | কিন্তু একটি গাড়ি পার্কিং জায়গার জন্য যদি এক্ষেত্রে একজন মুসলমান তিনজন মানুষকে গুলি করে মেরে ফেলতেন, তবে এই বিরোধের ব্যর্থ চেষ্টাকে তাঁর অসভ্যতার প্রমাণ হিসেবে ব্যবহার করা হতো। | |
27 | ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক সারা ইয়াসিন এই টুইটের সাথে প্রচার মাধ্যমের নির্দিস্ট কিছু দাবির অযৌক্তিকতা দেখিয়েছেনঃ | Fakat eğer bir Müslüman park çekişmesi üzerine üç kişiyi vursaydı, tartışmanın gereksizliği, katilin vahşiliği olarak gösterilirdi. |
28 | আপনারা যদি এখনও তদন্ত না করে থাকেন তবে কি করে বুঝবেন এটি কোণ ঘৃণ্য অপরাধ নয়? | Filistinli-ABD'li haberci Sara Yasin bazı basın iddialarının saçmalığını öne çıkarıyor: |
29 | সৌদি আরব থেকে মুহাম্মাদ আল সুহেল মন্তব্য করেছেনঃ | Hâlen soruşturmadıysanız, nefret suçu olmadığını nereden biliyorsunuz? |
30 | যখন কোন মুসলিম অপরাধী প্রমাণিত হন তখন ইসলাম ধর্মের অনুগামী সকলেই সন্ত্রাসী হয়ে যান। | Suudi Arabistan'dan Mohammed Al Shuhail belirtiyor: |
31 | কিন্তু চ্যাপেল হিল হত্যাকান্ডের ক্ষেত্রে এটি শুধুই একটি অপরাধ আর কিছুই নয়… | Suçlu Müslüman olduğunda tüm İslam dini terörist oluyor, ama Chapel Hill Cinayetlerinde sadece bir suç… |
32 | সৌদি আরবের আল কাসেম থেকে একজন শিক্ষক মুথকের বেন সামহান একটি টুইট করেছেন। টুইটটি আরও ৯৫ বার পুনরায় টুইট করা হয়েছে, যা অনেকটা এরকমঃ | El Kasım, Suudi Arabistan'da öğretmen Muthker Ben Samhan tarafından atılan bu tweet 95 sefer retweet edildi: |
33 | খুনি যদি একজন মুসলমান হতেন তবে পশ্চিমা প্রচার মাধ্যমগুলো ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যেত। | Katil Müslüman olsaydı, Batılı basın İslama ve Müslümanlara savaş açardı ama katil onlardan biri diye, sadece olay olarak görülüyor. |
34 | কিন্তু এক্ষেত্রে যেহেতু খুনি তাদের মতোই একজন তাই এটি শুধুই একটি দূর্ঘটনা। | Ve Suudi Saud Bas Twitter'da 8.000 takipçisine sesleniyor: |
35 | আর সৌদি সৌদ বাস তাঁর ৮ হাজার অনুসারীর উদ্দেশ্যে টুইট করেছেনঃ | Basında, Chapel Hill katili terörist değil, sadece bir katil olarak adlandırılıyor. |
36 | চ্যাপেল হিলের খুনিকে প্রচার মাধ্যমগুলোতে শুধুমাত্র একজন খুনি বলে আখ্যায়িত করা হয়েছে, সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়নি। | |
37 | সন্ত্রাসী কর্মকান্ড শুধুমাত্র মুসলমানদের জন্য সীমিত করে রাখা হয়েছে। | Terörizm ancak Müslümanlara özgüdür. |