Sentence alignment for gv-ben-20150524-48726.xml (html) - gv-tur-20150521-1418.xml (html)

#bentur
1পোষা কুকুর পার্লার সৌজন্যে বাড়ি যাবার পথ খুঁজে পেল এক পেরুভিয়ান মেয়েKöpeği Perla Sayesinde Perulu Kız Evini Buldu
2ইউটিউব থেকে নেয়া স্ক্রিনক্যাপচার।YouTube‘dan bir görüntü
3এটি তিন বছর বয়সী একটি মেয়ের গল্প। সে পেরুভিয়ান শহরের হুয়ানকায়োতে অবস্থিত তার বাড়ি থেকে বেড়িয়ে পথ হারিয়ে ফেলে।Peru'nun Huancayo şehrinde evinden çıkıp kaybolan üç yaşındaki kızın sadık köpeği Perla sayesinde mutlu sonla biten hikâyesi.
4অবশেষে বাড়ি ফিরে আসতে পেরে তার বিশ্বাসী পোষা কুকুর পার্লার সৌজন্যে।Devamlı havlayan köpek iki polis memurunun dikkatini kaldırımda ağlayan küçük kıza çekti.
5ফুটপাতে দাঁড়িয়ে কাঁদতে থাকা একটি ছোট মেয়ের দিকে দুইজন পুলিশ কর্মকর্তার মনোযোগ আকর্ষণ করতে কুকুরটি নাছোড়বান্দার মতো ঘেউ ঘেউ করেই যাচ্ছিল।Polislerden biri Ángel Quispe, kızın kayıp olduğundan şüphelenerek kızın yanına gitti.
6সেই দুই জন পুলিশ কর্মকর্তাদের একজন এঞ্জেল কুইসপে মেয়েটি হারিয়ে গেছে সন্দেহ করে তাঁর কাছে আসেন।Perla'nın ilk tepkisi memura saldırmak oldu ama Quispe köpeği sakinleştirdi ve kıza nerede yaşadığını sordu.
7প্রথম প্রতিক্রিয়ায় পার্লা সেই পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করে বসে। তবে কুইসপে পোষা কুকুরটির আক্রমণ সামলে নেন এবং মেয়েটিকে জিজ্ঞাসা করেন, তাঁর বাড়ি কোথায়?Kız ismini söyleyemeyince memurlar elinden tutup etrafa kızın kim olduğunu sormaya başladı, ama kimse bilmiyordu.
8ছোট মেয়েটি সে সময় তাঁর নামও বলতে পারছিল না। তাই পুলিশ কর্মকর্তাটি তাঁর হাত ধরেন এবং চারপাশে লোকজনকে জিজ্ঞাসা করতে শুরু করেন কেউ মেয়েটিকে চেনেন কি না?Yürürken, Perla yol gösteren oldu ve sekiz blok sonra köpek aniden bir evin kapısının önüne oturdu ve evin kızın ailesinin evi olduğu ortaya çıktı.
9কিন্তু কিছুতেই কোন কাজ হলো না।Huancayolu iyi köpek… !!!
10তারা যখন হাটছিলেন তখন পার্লা তাদের সামনে দিয়ে দৌড়াচ্ছিল, যেন সে তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং এভাবে আটটি ব্লক পেড়িয়ে কুকুরটি হঠাৎ একটি বাড়ির দরজার সামনে গিয়ে বসে পড়ে।
11শেষ পর্যন্ত দেখা গেল, সেই বাড়িটিতেই মেয়েটির পরিবার বসবাস করে। হুয়ানকায়ান কুকুরটি সত্যিই দারুণ…!!!Kızın, annesi kapıyı tam kapatmadan pazara gittiğinde kaçtığı ortaya çıktı.
12অবশেষে জানা যায় যে ছোট মেয়েটির মা যখন বাজারে যায়, তখন সে বাড়ি থেকে বেড়িয়ে পড়ে। এমনকি বাড়ির দরজারটি ঠিকভাবে বন্ধ না করেই সে বেড়িয়ে যায়।Annesi, kızının onu bir süre takıp ettiğini ancak izini kaybedince ne yapacağını bilmeden yürüdüğüne inanıyor.
13মহিলাটি মনে করেন, তিনি দৃষ্টি সীমার বাইরে চলে যাওয়ার আগ পর্যন্ত তাঁর মেয়ে হয়তোবা তাকে অনুসরণ করেছে এবং তাকে হারিয়ে ফেলার পর উদ্দেশ্যবিহীনভাবে হাঁটতে শুরু করেছে।
14যদিও আমরা সবাই জানি যে কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু, এক্ষেত্রেও কুকুরটি এই ছোট মেয়েটির খুব ভাল বন্ধু হিসেবে নিজেকে প্রমাণ করল।Köpekler insanın en iyi dostu olarak bilinir ve bu köpek de küçük kıza çok iyi bir dost oldu.
15এটি অত্যন্ত স্পষ্ট যে হুয়ানকায়োতে বীরত্ব দেখানো কুকুরের অভাব নেই। গত ২০১৩ সালে তিনটি কুকুর তাদের মৃত মনিবকে কিছুতেই ছেড়ে যেতে চাইছিল না।Görünen şu ki, Huancayo'da bir sürü kahraman köpek var. 2013'te, evsiz bir adam düşüp kafasını vurarak öldüğünde üç köpeği başından ayrılmak istememişti.
16উল্লেখ্য, তাদের মনিব ছিলেন একজন গৃহহীন লোক। তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার ফলে মারা যান।Köpekler, cesedi morga götüren araca binmek istemiş ancak başaramayınca yolda aracın yanından koşmuşlardı.
17লোকটির মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার গাড়িতে উঠতে কুকুর তিনটি ব্যর্থ হলে তারা সেই চলন্ত গাড়িটির পাশেপাশে সারা রাস্তা ফুটপাথ দিয়ে দৌড়েছিল। এমন সময় রাস্তায় লোকেরা এক অভিনব দৃশ্য দেখতে পান।Haber o kadar etkiliydi ki, bir çok hayvan hakları derneği köpekleri arayarak sadakatlerini ödüllendirmek için onlara yeni bir yuva bulmak istemişti.
18সংবাদটি এতটা ছড়িয়ে পরেছিল যে কয়েকটি প্রাণী কল্যাণ গ্রুপ কুকুর তিনটির বিশ্বস্ততার স্বীকৃতি স্বরূপ তাদের জন্য একটি বাড়ি খোঁজার চেষ্টা করেন।
19যদিও তাদের এই অনুসন্ধান নিয়ে পরবর্তীতে আর কোন সংবাদ প্রকাশিত হয়নি।Fakat bu arama hakkında yeni bir haber yayınlanmadı.
20সে ঘটনায় ফিরে গিয়ে একজন টুইটার ব্যবহারকারী বলেছেনঃO zamanlar, Twitter kullanıcıları şunları söylemişti:
21আজ আমি সেই ভিডিওটি আবার দেখেছি।Bugün videoyu tekrar izledim.
22ঘটনাটি একেবারেই অভিনব!TEK KELİME İLE MÜKKEMEL!
23আর এ কারনেই যারা প্রাণীদের সাথে খারাপ আচরণ করেন, আমি তাদের নিন্দা জানাই…Bu yüzden hayvanlara zarar verenleri kınıyorum…
24হুয়ানকায়োঃ কুকুরগুলো তাদের মনিবের মৃতদেহটিকে মর্গে নিয়ে যেতে বাঁধা দেয়ার চেষ্টা করছিল।Huancayo: Sahiplerinin cesedinin morga götürülmesini önlemeye çalışan köpekler.