# | ben | tur |
---|
1 | মিশরে মুসলিম ব্রাদারহুডের ৫২৯ জন সমর্থক মৃত্যুদণ্ডে দণ্ডিত | Mısır 529 Müslüman Kardeşler Destekçisini İdam Cezasına Çarptırdı |
2 | মৃত্যুদণ্ড কার্যকরণের জন্য একটি শিল্প মন্ডিত রাষ্ট্রীয় যন্ত্র। | |
3 | মুসলিম ব্রাদারহুডের ৫২৯ জন সমর্থককে ফাঁসি দেবার কাজে মিশরকে সহায়তা করার উদ্দেশে এটির নকশা করেছেন @Ternz | @Ternz'in 529 Müslüman Kardeşler destekçisinin idam edilmesinde yardımcı olması için tasarladığı son teknoloji idam makinesi. |
4 | মিশর আজ [২৪ মার্চ] ৫২৯ জন মুরসি সমর্থকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় প্রদান করেছে। গত আগস্ট মাসে মিশরের মিনিয়াতে সহিংস দাঙ্গায় জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে এই রায় প্রদান করা হয়। | Mısır bugün [24 Mart] 592 Müslüman Kardeşler destekçisini geçen Ağustos ayında Yukarı Mısır'da bulunan El Minye'deki şiddetli ayaklanmalardaki rollerinden dolayı idam cezasına çarptırdı. |
5 | ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মাদ মুরসির সমর্থনে আয়োজিত অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক শাস্তি প্রদান করার পরপরেই এই দাঙ্গা ছড়িয়ে পরে। | |
6 | এই দাঙ্গায় মুসলিম ব্রাদারহুডের কয়েক শত সমর্থক মারা গেছে। মিনিয়া দাঙ্গায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। | Yüzlerce destekçinin ölümüne neden olan ayaklanmalar, Müslüman Kardeşler lideri devrik başkan Muhammed Mursi'yi desteklemek amacıyla yapılan oturma eylemlerinin engellenmesiyle başladı. |
7 | এই অপরাধে অপরাধী সাব্যস্ত করে ৫২৯ জনের সবাইকে শাস্তি প্রদান করা হয়েছে। এই রায়টি মিশরের আধুনিক ইতিহাসে অন্যতম বৃহত্তর একটি মৃত্যুদণ্ডের রায়। | El Minye ayaklanmaları bir polis memurunun ölümüne yol açtı; 529 sanığın suçlandığı bir vukuat. |
8 | রায়টি নিয়ে তিরস্কার বা প্রশংসা উভয়ই করা হয়েছে। রাজনৈতিক বিস্তৃতির কোন প্রান্ত থেকে এই রায়টির সম্পর্কে প্রতিক্রিয়াটি এসেছে, তাঁর উপর নির্ভর করছে তিরস্কার করা হবে, নাকি প্রশংসা করা হবে। | Mısır'da, modern tarihin en büyük idam cezalarından biri olan ceza, tepkinin hangi siyasi yelpazeden geldiğine bağlı olarak hem övüldü, hem yerildi. |
9 | এই প্রতিক্রিয়াগুলোকে এখানে মাদা মাসর পর্যালোচনা করেছে। | Mada Masr, tepkilerin sayımını burada [en] yapıyor . |
10 | মিশরীয় ব্লগার জেইনোবিয়া বলেছেন, এই দণ্ডাদেশের জন্য গত ২৮ এপ্রিল তারিখে একটি চূড়ান্ত রায় ইস্যু করা হয়, যা একটি নতুন বিশ্ব রেকর্ডও ভঙ্গ করেছে। | Mısırlı blogcu Zeinobia, nihai kararın 28 Nisan'da açıklanacağı bu mahkeme kararının yeni bir dünya rekoru kırdığını yazıyor. |
11 | তিনি ব্যাখ্যা করেছেনঃ | Açıklıyor [en]: |
12 | আমাদের দেশে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এইচসিভি [হেপাটাইটিস সি] আক্রান্ত রোগী আছে। সারা বিশ্বের মধ্যে আমাদের দেশে যৌন হয়রানির হার সবচেয়ে বেশি। | Dünyadaki en yüksek HCV [Hepatit C] hastası sayısına sahibiz, dünyadaki en yüksek cinsel taciz oranına sahibiz ve bu gün mahkemede tek bir davada verilen toplu idam cezası rekoru kırdık! |
13 | আজ আমরা আরেকটি রেকর্ড ভেঙ্গেছি। একটি মাত্র মামলায় আদালত কর্তৃক গন-মৃত্যুদণ্ডের আদেশ প্রদানের বিশ্ব রেকর্ড করেছি আমরা!! | El Minye Ceza Mahkemesi'nin 529 sanığa verdiği tarihsel mahkeme kararından bahsediyorum, evet bütün dünyanın bahsediyor olduğu karar. |
14 | আমি ৫২৯ জন বিবাদীর বিরুদ্ধে গঠিত মিনিয়া অপরাধী আদালতের ঐতিহাসিক রায় সম্পর্কে কথা বলছি। | |
15 | হ্যাঁ, আমি সেই রায়ের কথা বলছি, যে রায় নিয়ে সারা বিশ্ব এই মূহুর্তে কথা বলছে। | |
16 | জেইনোবিয়া আরও বলেছেনঃ | Zeinobia ekliyor: |
17 | আমি এখানে ঘটনাটি সম্পর্কে কিছু বলবঃ | Burada gerçeklerden konuşacağım : |
18 | মিনিয়া বিচারে রাব্বা ছত্রভঙ্গের ফলাফল স্বরূপ ৫২৯ জন বিবাদীকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। | 529 sanık idam cezasına çarptırıldı ve 15'i Rabia dağıtılma olayı akıbetinde El Minye'deki duruşmada beraat edildi. |
19 | এই মামলায় ১৩৯ জনকে শাস্তি দেয়া হয়েছে, যেখানে বাকিদের হয় জামিনে মুক্তি দেয়া হয়েছে নতুবা তারা পলাতক রয়েছে। | Geri kalan sayı kefalet ile salınmış veya kaçak iken 139 kişi dava sırasında alıkonuldu. |
20 | শুধুমাত্র ৫১ জন বিবাদী বিচারে অংশ নিয়েছে। | |
21 | কেননা এত অল্প জায়গায় অন্যান্য বিবাদীদের স্থান সঙ্কুলান করা যায়নি। | Daha fazlasına yer olmadığı için sadece 51 sanık duruşmaya katılabildi. |
22 | বিচার কাজটি শনিবারে শুরু করা হয়েছে এবং সোমবারের মধ্যে সম্পন্ন করে ফেলা হয়েছে। | Duruşma Cumartesi başladı ve Pazartesi günü sona erdi. |
23 | বিবাদীদের আইনজীবীরা বিচারক প্যানেলটিকে বদল করার দাবি জানিয়েছেন। | Sanıkların avukatları Hakimler Paneli'nin değişmesini istedi fakat talepleri reddedildi. |
24 | কিন্তু তাদের অনুরোধ বাতিল করে দেয়া হয়েছে। | Orada bulunmayan sanıkların avukatlarının, sanıklarını savunlamarına izin verilmedi! |
25 | “না অনুপস্থিতিতে” বিবাদীদের আইনজীবীদের বিবাদীদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করতে দেয়া হয়নি!! | 529 sanık Matay Polis İstasyonu Şerif Yardımcısı Mostafa El Attar'ın öldürülmesiyle suçlandı! |
26 | মাতায় পুলিশ স্টেশনের ডেপুটি শেরিফ মোস্তফা আল আত্তারকে হত্যা করার দায়ে ৫২৯ জন বিবাদীকে অভিযুক্ত করা হয়!! | |
27 | মিশরের বিচার ব্যবস্থার ইতিহাসে এটি সবচেয়ে বড় গণ মৃত্যুদণ্ডাদেশ। | Bu Mısır adli tarihindeki en büyük toplu idam cezasıdır. |
28 | মিশর-ভিত্তিক সাংবাদিক বেল ট্রু বিস্ময় প্রকাশ করে বলেছেনঃ | Mısır'da bulunan bir gazeteci Bel Trew merak ediyor: |
29 | আমি চিন্তা করতে পারছি না, কীভাবে আপনারা ৫২৯ জন লোককে ফাঁসি দিতে পারেন। | 529 insanın nasıl asılacağını kafamda canlandıramıyorum bile. |
30 | যদি একজন লোককে ফাঁসিতে ঝুলাতে ৫ মিনিট করে সময় লাগে, তবে ৪৪ ঘন্টারও বেশি সময় ধরে ক্রমাগতভাবে ফাঁসি দিয়ে যেতে হবে। | Sadece 1 kişiyi asmak 5 dakika sürse bu en azından 44 saat boyunca durmayan bir kıyım olacak demektir. |
31 | মিশরীয় @তারনজ কেবল দুই সপ্তাহ আগে কার্টুন আঁকা শুরু করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি এই সমস্যার একটি সমাধান নিয়ে এসেছেনঃ শৈল্পিক উপায়ে মৃত্যুদণ্ড কার্যকরকরণ যন্ত্রের এক রাষ্ট্র। | Ve sadece iki hafta önce karikatür çizmeye başladığını itiraf eden Mısırlı @Ternz, bir çözümle ortaya çıktı: Son teknoloji idam makinesi. |
32 | তিনি ব্যাখ্যা [আরবি] করেছেনঃ | Açıklıyor [ar]: |
33 | আমি যখন আরাম করে বসেছিলাম, ঠিক তখন আমি নিজেকে প্রশ্ন করলামঃ আমি কোন সর্বোত্তম উপায়ে আমার দেশের জন্য কিছু করতে পারি ? | Sakin bir kafa ile oturuyorken kendime sordum: Ülkeme en iyi ne şekilde hizmet edebilirim? |
34 | কীভাবে আমি এই পরিস্থিতিতে দেশের কাজে আসতে পারি এবং সাহায্য করতে পারি ? | Nasıl fayda gösterip yardımcı olurum? |
35 | তাই আমি একটি কলম নিলাম এবং একটি যন্ত্রের নকশা করে ফেললাম। কেননা এই যন্ত্রটিই এই পরিস্থিতিতে মিশরে সবচেয়ে বেশি প্রয়োজন। | Ve sonra bir kalem alıp Mısır'ın bu evresinde ihtiyacı olan bir makine tasarladım. |
36 | এখানে তাঁর আঁকা মূল নকশাটি পাওয়া যাবেঃ | Ve işte başyapıtı: |
37 | পর্যাপ্তভাবে মৃত্যুদণ্ড কার্যকরকরণ বাস্তবায়ন করতে আমার একটি অবদান হিসেবে আমি আশা করি এই যন্ত্রটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাহায্য করবে। | İdam cezalarının başarıyla uygulanmasında benden bir destek olarak, umuyorum ki, bu buluş yetkililerin ilgisini çeker. |
38 | এটি হচ্ছে শৈল্পিক উপায়ে মৃত্যুদণ্ড কার্যকরকরণ যন্ত্রের এক রাষ্ট্র। | Bu bir son teknoloji idam makinesidir. |
39 | অতঃপর, যুক্তরাজ্য-ভিত্তিক সাংবাদিক ইনিগো গিলমোর পরিশেষে বলেছেনঃ | O sırada, Birleşik Krallık'ta bulunan bir gazeteci Inigo Gilmore neticelendiriyor: |
40 | ভন্ড বিচারের মাধ্যমে তারা সাংবাদিকদের পশুর মতো খাঁচায় বন্দী করেছে এবং অন্যান্য ১০০ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। মিশর কি চায় পর্যটকেরা তাদের দেশ ছেড়ে চলে যাক ? | Gazetecileri hayvanmış gibi kafesleyip, yüzlerce diğerine sahte duruşmalarda idam cezası veren Mısır, turistleri geri mi istiyor? |