# | ben | tur |
---|
1 | বাংলাদেশ: রাস্তার মেয়ে শিশুদের কথাও ভাবতে হবে | Bangladeş'in Sokak Çocukları Kötüye Kullanılmaya Karşı Savunmasız |
2 | আপনি যদি ঢাকার ট্রাফিক সিগন্যালে কয়েক মুহূর্তের জন্য দাঁড়ান; দেখবেন, একদল ছেলেমেয়ে গাড়ি থামা মাত্রই দৌড়ে জানালার পাশে এসে দাঁড়িয়েছে। | Eğer Bangladeş'in başkenti Dhaka‘da trafik ışıklarına takılı kalırsanız, büyük bir ihtimalle arabanınızın penceresine koşan sokak çocukları göreceksiniz. |
3 | তাদের কারো হাতে ফুল, কারো হাতে বই, কারো হাতে পত্রিকা, আবার কারো হাতে চকলেট। | Bu çocuklardan bazıları çiçek, bazıları kitap, bazıları ise bir yığın gazete ve satılık şekerleme taşıyor. |
4 | গাড়ির আরোহীদের কাছে তারা এগুলো বিক্রি করে। | Araçdakilerin sempatisini kazanıp ellerindeki satmak için çaba harcıyor. |
5 | ঢাকার খুব পরিচিত বিষাদময় একটা দৃশ্য এটা। | Bu acı görüntüler Dhaka'nın her yerinde yaşanıyor. |
6 | পরিচিত দৃশ্যের এই ছেলেমেয়েরা পথশিশু। | Bu sokak çocukları Pothoshishu olarak biliniyor ve yaşamlarını sokaklarda kazanıyorlar. |
7 | পথ-ই তাদের জীবন-জীবিকার সবকিছু। | Bangladeş'deki sokak çocuklarının toplam rakamı 400,000 olarak tahmin ediliyor. |
8 | বাংলাদেশে এরকম পথশিশুর সংখ্যা প্রায় ৪ লাখ। এর মধ্যে ২ লাখ-ই আছে রাজধানী ঢাকায়। | Bu çocukların yaklaşık yarısı Dhaka şehrinde yaşıyor ve toplamın büyük bir kısmı kız çocuklarından oluşuyor. |
9 | এদের বড়ো একটা অংশ আবার মেয়ে শিশু। এরাই সমাজের সবচেয়ে খারাপ অবস্থানে আছে। | Özellikle kız sokak çocukları, taciz ve istismarlara karşı çok savunmasız durumda. |
10 | জীবিকার তাগিদে ফুল বিক্রি করছে পথশিশু মিলি ও বৃষ্টি। | Sokak çocukları Mili ve Brishti yaşamlarını çiçek satarak kazanıyor. |
11 | ছবি তুলেছেন ফিরোজ আহমেদ। | Fotoğraf Firoz Ahmed'e aittir. |
12 | সত্ত্ব ডেমোটিক্স (২১/১/২০১২) | Telif Hakkı Demotix (21/1/2012) |
13 | গত মার্চ মাসে উন্নয়ন অন্বেষণ “সোশ্যাল কানেকশন অব দ্য স্ট্রিট গার্ল ইন দ্য কনটেক্স অব ঢাকা সিটি, বাংলাদেশ” [পিডিএফ] শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে। | 2012'nin Mart ayında Unnayan Onneshan, “ Bangladeş'in Dahaka şehri kapsamında kız sokak çocuklarının sosyal bağlantıları ” [pdf] isimli bir rapor yayınladı. |
14 | সেখানে দেখা যায়, রাস্তার মেয়েদের বেশিরভাগই ফুল বিক্রি করে। | Bu araştırmaya göre kız sokak çocuklarının büyük çoğunluğu (37. |
15 | এদের সংখ্যা ৩৭. ৫০ শতাংশ। | 50%) yaşamlarını çiçek satarak kazanıyor. |
16 | | Bu kızların yüzde 18.80'i fahişelik yapmaya zorlanıyor, yüzde 6.25'i giyim endüstrisinde çalışıyor, yüzde 6.25'i dilencilik yapıyor, yüzde 12.50'i esnaflık yapıyor ve yüzde 6.25'i gazete satıyor. |
17 | ১৮. ৮০ শতাংশ মেয়ে দেহ ব্যবসার সাথে জড়িত। | Bu kız çocuklarının neredeyse yarısı günde topu topu 101-299Taka ($1. |
18 | ৬. ২৫ শতাংশ পোশাক কারখানায় কাজ করে। | 25-$3.75) kazanıyor. |
19 | ৬. ২৫ শতাংশ ভিক্ষা করে। | Yüzde 43. |
20 | ১২. ৫০ শতাংশ দোকানদারি, ৬. | 75'inin günlük kazancı 300Taka (US$3. |
21 | ২৫ শতাংশ পত্রিকা বিক্রি করে। | 75) veya üstünde. |
22 | রাস্তায় কাজ করা এই মেয়েদের প্রতি ১০ জনের মধ্যে ৫ জনের দৈনিক আয় ১০১-২৯৯ টাকা। | Ama bunlar şanslı olanlar, çünkü sokaktaki kız çocuklarının yüzde 6.25'i günde 100Taka'dan ($1.25) az kazanıyor. |
23 | ৬. ২৫ শতাংশ মেয়ের আয় ১০০ টাকার নিচে। ৪৩. ৭৫ শতাংশ মেয়ের দৈনিক আয় ৩০০ টাকার উপরে। | Bu kız çocuklarının yüde 45'i devletin sağlık ocak ve merkezleri tarafından tedavi görmüyor. |
24 | ঢাকার রাস্তায় বসবাসকারী এই মেয়েদের ৪৫ শতাংশ সরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে চিকিত্সা সুবিধা পায় না। | |
25 | আবার এদের প্রতি ১০ জনের ৩ জন কখনোই স্কুলে যায় নি। | On kız çocuğundan üçü henüz hiçbir eğitim kurumuna kaydolmamış durumda. |
26 | বাংলাদেশে মহিলা এবং মেয়ে শিশুরা ধর্ষণ, হত্যা, ইভ টিজিং, যৌতুক, অ্যাসিড নিক্ষেপসহ নানা ধরনের নির্যাতনের শিকার হন। | Bangladeş'deki çoğu kadın, tecavüz, cinayet, cinsel istismar, başlık parası ve asit atmak gibi saldırılar konusunda korunmasız. |
27 | তবে রাস্তায় খোলা আকাশের নিচে যেসব মেয়ে শিশু আছেন, তাদের ওপর নির্যাতন আরো বেশি মাত্রায় হয়ে থাকে। | Ama Dhaka şehrinin gökyüzü altında çoçukluklarını geçiren sokak çocukları bu tehlikelerle her gün savaşıyor. |
28 | “সোশ্যাল কানেকশন অব দ্য স্ট্রিট গার্ল ইন দ্য কনটেক্স অব ঢাকা সিটি, বাংলাদেশ” প্রতিবেদন থেকে রাস্তার মেয়ে শিশুর ওপর যেসব সহিংসতার ঘটনা ঘটে, তার চিত্র তুলে ধরা হলো: | |
29 | মেয়ে শিশুদের ওপর সহিংসতার চিত্র | Aşağıdaki çizelge yukarıda bahsedilen rapordan alınmıştır ve sokak kızlarının uğradıkları saldırıları göstermektedir. |
30 | আড্ডার আসর ফোরামে নীলকাব্য রাস্তার মেয়ে শিশুদের অসহায়তা নিয়ে লিখেছেন: | Kız sokak çocuklarının uğradığı saldırılar uzerine ıstatistikler. |
31 | যেখানে নিজগৃহেই আপনার-আমার কন্য সন্তান নিরাপদ নয় সেখানে ২৫. | Neelkabyo, Addar Asor forumunda kız sokak çocuklarının acı durumu hakkinda yazıyor: |
32 | ৭ % মেয়ে শিশু যারা রাস্তায় থাকে বা থাকতে বাধ্য হয় এদের কথা ভাবতে গেলে সত্যিকার অর্থেই ভয়ে শিউরে উঠতে হয়। | Biz evdeki kızlarımıza yüzde yüz güvenlik sağlamakta zorlanırken, sokakta yaşayan %25.7 kız çocuğunun durumunu düşünmek içler ürpertici. |
33 | প্রথম আলো ব্লগে নিজাম কুতুবী লিখেছেন: | Nizam Kutubee, Prothom Alo blogunda şunları yazıyor: |
34 | সম্প্রতি যৌন নির্যাতনবিরোধী নীতিমালা নিয়ে বেশ আলোচনা হলেও পথশিশু ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে কেউ ভাবছে না। | Son zamanlarda cinsel taciz yasaları konusunda birçok tartışma yaşanıyor. Ama kimse sokaklardaki kız çocuklarının güvenliği konusunda çiddiyetle oturup düşünmüyor. |
35 | পথেঘাটে রাত যাপনের ফলে তারা নানাভাবে যৌন নির্যাতনের শিকার হয়। | Bu çocuklar gecelerini sokaklarda geçirdikleri için sürekli olarak cinsel istismara uğruyorlar. |
36 | অথচ তাদের নিয়ে সংশ্লিষ্টদের কোনো ভাবনা নেই। | Ama yetkililerden hiçbiri bu konuda kaygılı görünmüyor. |
37 | খোলা আকাশের নিচে বসবাস। | Gökyüzünün altında açık havada yaşam. |
38 | ছবি তুলেছেন অনিকেত। | Fotoğraf Auniket'e aittir. |
39 | সত্ত্ব ডেমোটিক্স (৬/৪/২০১২)। | Telif hakkı Demotix (6/4/2012). |
40 | ব্লগার মা একটি বাংলা গানের উদ্ধৃতি দিয়ে পথশিশুদের জন্য একটা নিরাপদ আশ্রয় প্রার্থনা করেছেন: | Blogcu Maa konuya dikkate çekmek ve bu çocuklara güvenli bir yuva talep etmek amacıyla meşhur Bangla şarkısının sözlerden örnek veriyor: |
41 | ‘সবুজের ওপারে হোক অন্য সূর্যোদয়, পৃথিবী হোক নির্ভয় আশ্রয়' | Bırakın yeşil çayırlarda boydan boya güneş parlasın, bu dünya güvenli bir liman olsun |
42 | পৃথিবী হোক এই শিশুদের নির্ভয় আশ্রয়.. এটা কি খুব বেশি প্রার্থনা… | Bırakın dünya çocuklar için güvenli bir yer olsun, bu çok mu şey istemek? … |