# | ben | tur |
---|
1 | বাংলা নববর্ষ: উৎসবমূখর আয়োজনে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে অবস্থান | Bengal Yeni Yılı Dini Aşırıcılığa Karşı Renkli Bir Duruş Sergiledi |
2 | মঙ্গল শোভাযাত্রা করে নববর্ষ উদযাপন করছে হাজারো মানুষ। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এটির আয়োজন করে থাকে। | Mangal Shobhajatra'da insanlar Pahela Baishakh'ı kutluyor, Dhaka Üniversitesi Güzel Sanatlar Fakültesi tarafından düzenlenen yeni Bengal yılı tören alayı. |
3 | ছবি তুলেছেন সৌরভ লস্কর। | Fotoğraf: Sourav Lasker. |
4 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১৪/৪/২০১৫)। | Telif Hakkı: Demotix (14/4/2015) |
5 | গত কয়েক মাস বাংলাদেশের পরিস্থিতি ভালো ছিল না। রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ১২০ জনের বেশি মানুষ। | 120 kişiden fazla insanın ölümüne yol açan kesintisiz politik kargaşa ve şiddet nedeniyle geçen aylar Bangladeş için zorlu geçti. |
6 | তাছাড়া দুইজন মুক্তচিন্তার ব্লগারও খুন হয়েছেন। জঙ্গীদের উত্থান ও নাস্তিক ব্লগারদের হত্যার বিষয়টি অনেককে চিন্তায় ফেলে দিয়েছে। | Geçenlerde yaşanan iki özgür düşünen blog aktivistinin öldürülmesi ve ateistleri öldürmeye yönelik yeni bir militan kanat oluşumu bir çok kişiyi üzmüştü. |
7 | বাংলাদেশ যখনই কোনো কঠিন পরিস্থিতির মুখে পড়ে, তখনই শিকড়ের কাছে ফিরে যায়। | Ülke olarak ne zaman sıkıntıya düşse, Bangladeşliler kökenlerini sahiplendiler ve yüzleştikleri her zorluğa karşı kültür ve sanatta teselli buldular. |
8 | তার শিল্প ও সংস্কৃতির কাছে আশ্বাস খোঁজে, যাতে ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। ১৪ এপ্রিল ২০১৫, মঙ্গলবার বাংলাদেশের মানুষ নতুন বছর ১৪২২ উদযাপন করেছে। | 14 Nisan 2015, salı günü, insanlar Yeni Bengal Yılı 1422‘yi dini bağnazlık ve Komünalizm‘e [Güney Asya'da farklı topluluklar arası dini ve etnik köken nedenli anlaşmazlık oluşturulması] karşı savaşın devamı amacıyla kutladılar. |
9 | নতুন বছরে তারা সাম্প্রদায়িকতা ও ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি। | Bangladeş'teki en büyük etnik topluluk olan Bangladeşliler (%98), gelenek olarak Yeni Yıl'ı (Pohela Baishakh) renkli tören alayı ve şenlik ile kutluyorlar. |
10 | প্রায় ৯৮ শতাংশ। তারা রং বেরংয়ের মিছিল এবং উৎসবের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ পালন করে থাকেন। | Bu yıl şenliklerin özel bir teması vardı: “Onek Alo Jaalte Hobe Moner Ondhokare” (Kalplerin karanlığında ateşler yak). |
11 | এবারের উৎসবের থিম ছিল: অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে। | Tema, yakın zamanda blogger ve yazar Avijit Roy ile aktivist Oyasiqur Rahman cinayetlerini anmak amacıyla seçildi. |
12 | সম্প্রতি উগ্রবাদী হামলায় লেখক ও ব্লগার অভিজিৎ রায় এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু খুন হওয়ার প্রেক্ষিতে এই থিম বেছে নেয়া হয়েছে। | |
13 | মিছিলে প্রায় ২০ ফুট উঁচু বিশাল এক হাতে মুক্তবুদ্ধির কণ্ঠরোধের প্রতীকী উপস্থাপনায় ফুটিয়ে তোলা হয়েছে, যা অশুভ শক্তির উত্থানের চিত্র। | |
14 | বৈচিত্র্যময় পোশাক পরে বাঙালিরা মঙ্গল শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন। | Şenliklerdeki komünal güçlerin yükselişini simgeleyen 6 metrelik bir heykel, herkese bu mücadeleyi reddetmeyi hatırlattı. |
15 | ছবি তুলেছেন সৌরভ লস্কর। | Mangal Shobhajatra'da insanlar renkli kostümler giydiler. |
16 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১৪/৪/২০১৫)। | Fotoğraf: Sourav Lasker. |
17 | পহেলা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম দিন। | Telif Hakkı: Demotix (14/4/2015) |
18 | ১৪ এপ্রিল বাংলাদেশে এবং ১৫ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে দিবসটি বিশেষ উৎসবের সাথে পালিত হয়। | Pohela Boishakh Bangladeş Takvimi'nin ilk günü, Bangladeş'te 14 Nisan ve Hindistan eyaleti olan Batı Bengal'de 15 Nisan'da kutlanıyor. |
19 | তাছাড়া দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে মেলা বসে। তবে সবচেয়ে বড়ো আয়োজনটি হয় বাংলাদেশের রাজধানী ঢাকায়। | Yüzlerce fuar ve etkinlikler Bangladeş ve Hindistan'daki Batı Bengal'in birçok farklı yerinde Yeni Yıl'ı kutlamak için düzenlenir. |
20 | নববর্ষকে স্বাগত জানাতে সেখানে হাজার হাজার মানুষ রঙিন পোশাক, মুখোশ পরে বৈশাখী সাজে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। | En büyük festivaller, yüz binlerce insanın renkli maske ve geleneksel kıyafetler giydiği, Yeni Yıl'ı simgeleyen Mangal Shobhajatra, Bangladeş'in başkenti olan Dhaka'da gerçekleşir. |
21 | তানভীর হায়দার চৌধুরী ফেসবুকে লিখেছেন: | Tanvir Haider Chaudhury Facebook'ta yazdı: |
22 | আপনি যেখানে থাকুন, পারলে ঢাকা চলে আসুন। | Her neredeysen, imkanın varsa lütfen Dhaka'ya gel. |
23 | পৃথিবীর সবচেয়ে আনন্দময়, উৎসবমুখর জায়গা এই মুহূর্তে ঢাকা। | Şu an Dhaka şenlikler içinde dünyanın en mutlu yeri. |
24 | শুভ নববর্ষ। | Shuvo Noboborsho (Mutlu Yeni Yıllar) |
25 | টুইটার ব্যবহারকারী বাপ্পী উৎসবের ছবি টুইট করেছেন: | Twitter kullanıcısı Bappy bir fotoğraf tweetledi: |
26 | বাঙালির উদযাপনের আনন্দ আর এর আতিথেয়তার সাথে পাল্লা দিয়ে আর কেউই পারবেন না। | Hiçbir mücadele Bengal kutlamasını ve konukseverliliğini geçemez! |
27 | #বাংলানববর্ষ #পহেলাবৈশাখ | #BengaliNewYear [Bengal Yeni Yılı] |
28 | মঙ্গল শোভাযাত্রা করে নববর্ষ উদযাপন করছে হাজারো মানুষ। | Mangal Shobhajatra'da binlerce insan Pahela Baishakh'ı kutladı. |
29 | প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এটির আয়োজন করে থাকে। | Dhaka Üniversitesi Güzel Sanatlar Fakültesi tarafından düzenlenen şenlikler Bengal Yeni Yılı 1422'yi karşıladı. |
30 | ছবি তুলেছেন এসকে হাসান আলী। | Fotoğraf: Sk. Hasan Ali. |
31 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১৪/৪/২০১৫)। | Telif Hakkı: Demotix (14/4/2015) |
32 | বাংলা নববর্ষ উপলক্ষ্যে গুগল একটি ডুডল করে। আনিলা হক সেটার জন্য গুগল ধন্যবাদ দিয়েছেন: | Anila Haque bu olay için küçük bir çizim yaptığından dolayı Google'a teşekkür etti: |
33 | শুভ নববর্ষ। | Teşekkürler Google! |
34 | ধন্যবাদ গুগল। বাংলা নববর্ষ ১৪২২ #গুগলডুডল | Bangladeş Yeni Yılı 1422 #GoogleDoodle |
35 | নতুন বছরে সবার জন্য নতুন নতুন সুযোগ আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গার্গী আহমেদ: | Gargie Ahmad yeni yılın yenilikler için fırsatlar getirmesini diledi: |
36 | শুভ নববর্ষ। স্বাগতম ১৪২২! | Mutlu Bengal Yeni Yılı, hoşgeldin 1422! |
37 | বিশ্বে অনেক দু:খজনক ঘটনা ঘটতে পারে। তবে আশা করবো, নতুন বছর সবার নতুন করে শুরু হোক। | Dünyada üzülecek çok şey olsa da, dilerim ki yeni yıl yeni başlangıçlar getirir. |
38 | #পহেলাবৈশাখ। বাঙালিদের কাছে ইলিশ মাছ শুধুমাত্র মাছ নয়। | Bengalliler için, hilsa sadece bir balık değil. |
39 | এটা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। | Kültür ve mirasın bütünleyici bir parçası. |
40 | পহেলা বৈশাখ উদযাপনে বাঙালির পাতে ভাজা কিংবা শর্ষে দিয়ে রান্না করা ইলিশ থাকা চাই-ই চাই। | Kızartılmış veya hardal ile pişirilmiş olsun, hilsa Pahela Baishakh kutlamalarının bir olmazsa olmazı. |
41 | ছবি তুলেছেন সৌরভ লস্কর। | Fotoğraf: Sourav Lasker. |
42 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১৪/৪/২০১৫)। | Telif Hakkı: Demotix (14/4/2015) |
43 | ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় টুইট করেছেন: | Hindistan Başbakanı Narenda Mori Bengalce tweet attı: |
44 | পয়লা বৈশাখে সব বাঙালী বন্ধুদের আমার শুভেচ্ছা। | Pahela Boishakh'daki tüm Bengalli dostlarıma iyi dileklerimi sunuyorum. |
45 | আগামী বছরটা দুর্দান্ত কাটুক সকলের, শুভ নববর্ষ ! | Dilerim ki yeni yıl herkes için iyi olur. |
46 | - Narendra Modi (@narendramodi) April 14, 2015 | Shuvo Noboborsho (Mutlu Yeni Yıl) |
47 | ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের আঁকা নকশিকাঁথার দেয়ালচিত্র। | Toplanmanın başladığı Dhaka Üniversitesi Güzel Sanatlar Fakültesi öğrencileri tarafından fakülte duvarına yapılan grafiti: ‘Nokhsikatha'. |
48 | এখান থেকেই বৈশাখের মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। | Fotoğraf: Firoz Ahmed. Telif Hakkı: Demotix (14/4/2015) |
49 | ছবি তুলেছেন ফিরোজ আহমেদ। | Ve diğer internet vatandaşları bayramın resimlerini tweetlediler: |
50 | স্বত্ত্ব: ডেমোটিক্স (১৪/৪/২০১৫)। | Geleneksel hilsa kızatması ile #pohelaboishakh yemeği |
51 | অন্যান্য নেটিজেনরাও বৈশাখের ছুটির দিনের ছবি টুইট করেছেন: | Mutlu Yeni Bangladeş Yılı 1422… Herkese mutlu Pohela Boishakh… Her yıl #BD‘miz daha güzel görünüyor… |
52 | ঐতিহ্যবাহী ইলিশ মাছ দিয়ে পহেলা বৈশাখের রাতের খাবার। #শুভ নববর্ষ। | Toplanışın başladığı Dhaka Üniversitesi Güzel Sanatlar Fakültesi duvarına öğrencilerin yaptığı grafiti: ‘Nokhsikatha'. |
53 | শুভ বাংলা নববর্ষ ১৪২২। | Fotoğraf: Firoz Ahmed. |
54 | সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। | Telif Hakkı: Demotix (14/4/2015) |
55 | আমাদের বাংলাদেশ প্রতিবছরই এমন সুন্দরভাবে সেজে উঠে… | |