Sentence alignment for gv-ben-20150608-48897.xml (html) - gv-tur-20150523-1513.xml (html)

#bentur
1থাইল্যান্ডের পুলিশ অভ্যুত্থানের বার্ষিকীতে আয়োজিত বিক্ষোভের সময় ছাত্রদের আটক করেছেTayland Polisi Darbe Yıldönümünde Protesto Yapan Öğrencileri Tutukladı
2সাম্প্রতিক থাই সামরিক অভ্যুথানের প্রথম বার্ষিকীতে থাই ছাত্ররা এক প্লাজার সামনে জড়ো হয়।Öğrenciler darbe yıldönümünde bir plazanın önünde toplandılar.
3পরে থাই পুলিশ তাদের গ্রেফতার করে।Devamında polis tarafından gözaltına alındılar.
4ছবি এলএলটিডি-এর ফেসবুক পাতা থেকে নেওয়া।Görüntü: LLTD'nin Facebook Sayfası
5মে ১০১৪-এ সংঘঠিত সামরিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে বিক্ষোভ প্রদর্শনের দায়ে থাই পুলিশ ডজন খানেক ছাত্রকে গ্রেফতার করেছে।Tayland'da Mayıs 2014 darbesinin ilk yıldönümü süresince yapılan protestolar nedeniyle onlarca öğrenci gözaltına alındı.
6এই লেখাটি যখন লেখা হচ্ছিল সে সময় পর্যন্ত সামরিক বাহিনী সমর্থিত সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য ৪৮ জন ছাত্রকে আটক করা হয়।Bunlar kaleme alınıyorken, ordu hükümetine karşı fikirlerini alenen belirten 48 kişi daha tutuklandı.
7দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার ইতি টানার পদক্ষেপ হিসেবে সামরিক বাহিনী দেশটিতে এক অভ্যুত্থান ঘটায়।Ordunun yasaklamalarına rağmen, özellikle gençlerin bulunduğu birçok Taylandlı ülkede demokrasinin yenilenmesi için çağrıda bulundu.
8তারা প্রচার মাধ্যমের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং বিক্ষোভ সহ প্রকাশ্য স্থানে পাঁচ বা তার অধিক নাগরিকের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।Sürekli olarak özgür basının, seçimlerin ve sivil yönetimin geri gelmesi için taleplerde bulundular.
9২০১৪ সালের সমাপ্তির পূর্বে এই সরকার অর্ন্তবর্তীকালীন এক আইন রচনা করে যার ভিত্তিতে দেশে সামরিক বাহিনী দ্বারা নিয়োগ প্রাপ্ত বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হয়।Pankart “Darbeye itiraz” diyor. Khon Kaen'de toplanın.
10সামরিক বাহিনীর প্রধান প্রায়ুত চান ও-চাহ প্রধান মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়।Nisan ayında ordu sıkıyönetimi kaldırdı fakat hâlen hükümette neredeyse sınırsız güce sahip.
11সামরিক বাহিনীর নিষেধাজ্ঞা সত্ত্বেও, অনেক থাই নাগরিক, বিশেষ করে তরুণরা দেশটিতে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত করার আহ্বান জানাচ্ছে।Geçen yıl boyunca ordunun insan haklarını çiğneyen eylemlerini iLaw adındaki araştırma grubu ortaya koydu:
12তারা বার বার স্বাধীন প্রচার মাধ্যম, উন্মুক্ত নির্বাচন, এবং বেসামরিক শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।Darbenin ardından en az 751 kişi NCPO [Ordu hükümetinin ismi] tarafından çağrıldı.
13ব্যানারে লেখা আছে “ অভ্যুথানের বিরুদ্ধে আপত্তি” নামক র‍্যালি।424 kadarının özgürlüğü elinden alındı.
14গত এপ্রিলে সামরিক আইন প্রত্যাহার করে নেওয়া হয় কিন্তু এখনো সরকারের মাঝে তা ক্ষমতা অসীম। আইএল গবেষক দল গত বছর সামরিক বাহিনী দ্বারা বেশ কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্ধৃত করেছে :Ordunun hükümeti ele geçirmesinin gerekliliği konusunda eğitilmesi için bazıları ‘düşünce düzenlemesi'nden geçmeye zorlandı.
15এই অভ্যুত্থানের পর, অন্তত ৭৫১ জন ব্যক্তির বিরুদ্ধে এনসিপিও [সামরিক বাহিনী সমর্থিত সরকার] মামলার আদেশ জারি করেছে। অন্তত ৪২৪ জন ব্যক্তির স্বাধীনতা হরণ করা হয়েছে।Bu sırada, 163 kadar kişi politik hükümlerle baskı altına alındı.
16এদের মধ্যে অনেককে “বাধ্যতামূলক আচরণ খাপ খাইয়ে নেওয়ার” মত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যাতে সামরিক বাহিনীর ক্ষমতা দখল করার প্রয়োজনীয়তার বিষয়ে তারা পুনরায় নিজেদের শিক্ষিত করে নিতে পারে এবং এরপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
17এদিকে ১৬৩ জন ব্যক্তিকে রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অন্তত ৭১ গণ কার্যক্রমে সামরিক বাহিনী হয় হস্তক্ষেপ করেছে অথবা বাতিল করেছে।71 kadar toplumsal faaliyet ise askeriye zoru ile iptal edildi.
18অভ্যুত্থানের ৩৬৪ দিন অতিবাহিত হওয়ার পর অন্তত ৪২৮ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, ১২৪ জন ব্যক্তিকে সামরিক আদালতে উপস্থাপন করা হয়েছে।Darbeden itibaren 364 gün geçti; en az 428 tutuklu, 124 sivil Askeri Mahkemede yargılandı.
19সাংবাদিক সাকসিথ সায়াসোমবাট সামরিক বাহিনীর বাড়াবাড়ি রকমের নিয়ন্ত্রণের আরোপের সমালোচনা করেছে:Haberci Saksith Saiyasombut ordunun aşırı düzenlemelerini eleştirdi:
20এটা শুধু এক বাজে শিক্ষকের মত আচরণ নয় যে আশা করছে তার ছাত্ররা অনুগত তোতাপাখির মত বুলি আওড়াবে, সাথে সে আশা করছে যে সবাই হবে উদ্ধত এক যা সকল কর্মকাণ্ড দেখেও না দেখার ভান করবে।Sadece öğrencilerinden sorgulamadan ezberlemesini bekleyen kötü bir öğretmen değil, ayrıca sürekli dayak atan ve her adımı gözetleyen bir dadı gibi.
21পুলিশ গতকাল যে সমস্ত ছাত্রদের গ্রেফতার করেছে নীচে তাদের কয়েকজনের ছবি তুলে ধরা হল:Dün polis tarafından tutuklanan öğrencilerin bazı fotoğrafları:
22গ্রেফতারকৃতরা বলছে তাদের ঝুঁকিপূর্ণ আচরণের জন্য গ্রেফতার করা হয়েছে।Polisler “şüpheli tavır” nedeniyle tutukladıklarını söylüyorlar.
23পুনরায় টুইট করুন ২২ মে অভ্যুথানের বিরুদ্ধে বিক্ষোভ করায় খোন কায়েন বিশ্ববিদ্যালয়ের ১৩ জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে22 Mayıs Darbesi'ne karşı protesto nedeniyle 13 Khon Kaen Üniversitesi öğrencisi gözaltına alındı.
24পুলিশ অহিংস বিক্ষোভকারীদের গ্রেফতার করা শুরু করেছে!!Polis şiddet göstermeyen öğrencileri de gözaltına almaya başladı!
25পরেমাস-এর (পাটানির ছাত্র ও তরুণ) একটিভিস্টদেরও পুলিশ গ্রেফতার করেছে।Permas'dan (Patani Gençliği ve öğrenciler) aktivistler de polis karakolunda alıkonuldu.
26ছাত্ররা বলছে যে পুলিশ তাদের একটিভিস্ট বন্ধু, যাদের চিকিৎসা প্রয়োজন তাদের বিন্দুমাত্র যত্ন করছে না।Öğrenciler, tıbbi yardıma ihtiyacı olan aktivist arkadaşlarının polisin umursamadığını söyledi.
27একটি দল যারা নিজেদের সোশ্যাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এর (ওয়াইপিডি) তরুণ তুর্কি হিসেবে দাবি করছে তারা এই অভ্যুত্থানের মাধ্যমে আসা শাসকদের বিরুদ্ধে প্রদান করা বিবৃতি প্রকাশ করেছে :Sosyal Demokrasi İçin Genç Halk Hareketi (YPD) adındaki örgüt darbe hükümetine karşı bir ifade yayınladı:
28আমরা কোন গণতান্ত্রিক সমাজ গড়তে সক্ষম হব না, যদি আমাদের মাঝে স্বাধীনতা, মুক্তি, অধিকার ন্যায়বিচার এবং মিত্রতার অভাব রয়ে যায়।Adalet, hak, uzlaşma, bağımsızlık ve özgürlük var olmadan demokratik bir toplum inşa edemeyiz.
29আমরা বিশ্বাস করি যে সমাজের মাঝে প্রতিরোধ গড়ে না তোলা হলে শান্তি অর্জন সম্ভব নয়।İnanıyoruz ki toplumda huzur da direniş olmadan var olmayacak.
30কেবল ক্ষমতা, অর্থনীতি এবং রাজনীতির মাধ্যমে যদি সাম্য ও ন্যায় বিচার গড়ে তোলা সম্ভব হয় কেবল তাহলে শান্তি অর্জন সম্ভব। .Toplumda barış ancak güç, ekonomi ve politika konularında eşitlik ve adaletin sağlanması ile doğacaktır.
31সামরিক বাহিনীর এই অভ্যূত্থানের ঠিক এক বছর পরেও থাইল্যান্ড এখনো রাজনৈতিক অনিশ্চয়তা রয়ে গেছে।Darbeden bir yıl sonra, Tayland hâlen politik istikrarsızlık içerisinde.
32সাধারণ নাগরিকরা রাজনীতিবিদের মাঝে এই নিরবিচ্ছিন্ন ভাবে চলতে থাকা সংঘর্ষের ইতি চায়, কিন্তু সামরিক কোন সরকারের ক্ষমতা গ্রহণের মুল্যের বিনিময়ে নয়, যারা দ্রুত জনগণের স্বাধীনতাকে নাকচ করে দেয়।Halkın isteği siyasetçilerin bitmek bilmeyen çatışmalarına ara verilmesiydi fakat bunun toplumsal özgürlükleri kısıtlayan bir ordu hükümetinin pahasına olması değildi.