# | ben | tur |
---|
1 | বাংলাদেশ: ধর্ষণের পর হত্যা করা হলো আদিবাসী নারীকে | Bangladeş: Bir Yerli Kızı Daha Tecavüz Edilerek Öldürüldü |
2 | বাংলাদেশে আবারো ধর্ষণের পর হত্যার শিকার হলেন এক আদিবাসী নারী। এই ঘটনাটি ঘটেছে রাঙামাটি জেলার কাউখালি উপজেলার বড়ডলু গ্রামে। | Rangamati Bölgesi'nin Borodapulara Köyü'nde, bir kez daha bir yerli kızı, vahşice tecavüz edildikten sonra öldürüldü. |
3 | মেয়েটির নাম খুমাচিং মারমা। | Kurban, Thomaching Marma (14), sekizinci sınıf öğrencisiydi. |
4 | তার বয়স ছিল মাত্র ১৪ বছর! অষ্টম শ্রেণিতে পড়তো। | Kızın cansız bedeni, evinin sadece 100 metre ilerisindeki dağın eteklerinde bulundu. |
5 | বাড়ি থেকে মাত্র ২০০ থেকে ৩০০ গজ দূরে পাহাড়ের ঢালুতে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। | Kurbanın son görüldüğü yer, ailesinin sığırlarını eve geri götürmek için gittiği ormandı. |
6 | সে পাহাড়ে গিয়েছিল নিজেদের পালিত গরু আনতে। | Rina Dewan Facebook duvarında bu iğrenç saldırının arkasında ki nedeni paylaştı: |
7 | খুমাচিং মারমার ধর্ষণ ও হত্যার কারণ প্রসঙ্গে রিনা দেওয়ান ফেসবুকে লিখেছেন: যেখানে থুমাচিং মারমার উলঙ্গ লাশ পাওয়া যায় সেখান থেকে আধা কিলোমিটারের মধ্যে রয়েছে নাল্যাছড়ি উত্তর মাথা নামে একটি সেটলার গ্রাম। | Thomaching'in cesedinin bulunduğu yere yarım kilometre uzaklıkta, Nallyachari Uttor Matha adında bir göçmen köyü var. 1980li yılların başında devlet, yerli Marma halkını buradan sürerek, yerlerine Bengalli göçmenleri yerleştirdi. |
8 | ১৯৮০র দশকের শুরুর দিকে সরকার সেখান থেকে পাহাড়িদেরকে উৎখাত করে সেটলারদেরকে বসিয়ে দেয়। | Şimdi, bu göçmenler Borodalupara'nın büyük bir kısmının kendilerine ait olduğunu belirtiyorlar. |
9 | সেটলাররা বর্তমানে থুমাচিংদের গ্রাম বড়ডলুর অনেকখানি নিজেদের বলে দাবি করে এবং কয়েকদিন আগে ক্ষেতে আদা লাগাতে গেলে সেটলাররা মারমাদের বাধা দেয়। | Bir kaç gün önce, bazı Marma köylüleri topraklarına zencefil ektiler, fakat göçmenler bu ekinleri parçaladı ve ayaklanma çıkardılar. |
10 | জানা যায়, থুমাচিং-এর মামার সাথেও সেটলারদের জমি নিয়ে বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে এর জের ধরে তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। | Öğrenildiğine göre Thomaching Marma'nın dayısı ve Bengalli göçmenler arasında toprak kavgası var. Bu yüzden tecavüz ve cinayetin intikam sebebiyle işlenildiğinden şüphe ediliyor. |
11 | সাম্প্রতিক সময়ে আদিবাসী নারীদের ওপর বেড়েছে নির্যাতনের ঘটনা। | Son zamanlarda yerli kadınlara yönelik şiddet arttı. |
12 | ছবি এ এম আহাদ। | Fotoğraf: A M Ahad. |
13 | স্বত্ব: ডেমোটিক্স। | Copyright Demotrix. |
14 | সাম্প্রতিক সময়ে আদিবাসী নারীদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েছে। | Son zamnlarda yerli kadınlara yönelik şiddet arttı. |
15 | কিছুদিন আগেও পঞ্চম শ্রেণি পড়ুয়া আরেক আদিবাসী শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। | Bir kaç ay önce, bir başka yerli kızı tecavüze uğramış ve öldürülmüştü. Kurban, beşinci sınıf öğrencisiydi. |
16 | সাংবাদিক হরি কিশোর চাকমা প্রথম আলোতে তার লেখায় আদিবাসী নারী ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরেছেন: | Gazeteci Hari kishore Chakma, daily Prothom Alo‘daki yazısında yerli kızlara yönelik tecavüz olaylarının istatistiklerini yayınladı: |
17 | শুধু চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত তিন পার্বত্য জেলায় আদিবাসী নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে ২০ জন। | Bu yılın kasım ayına kadar, üç dağlık bölgede 20 yerli kız ve kadın tecavüze uğradı. Thomaching Marma'nın adı da bu sürekli artan listeye eklendi. |
18 | সেই সঙ্গে যোগ হলো তুমা চিং মারমার নাম। | 2011'de, 10 yerli kadın tecavüze uğradı. |
19 | ২০১১ সালে আদিবাসী নারী ধর্ষণের শিকার হয়েছে ১০ জন। | İnsan hakları örgütü Kapaeng bu istatistikleri yayınladı. |
20 | এটি কাপেং ফাউন্ডেশন নামের একটি মানবাধিকার সংস্থার হিসাব। | Örgüte göre, bu yıl 51 yerli kadın şiddete mağruz kaldı. |
21 | সংস্থাটির হিসাবমতে, চলতি বছর আদিবাসী নারীদের ওপর সহিংসতার ঘটনা ঘটেছে ৫১টি, যা ২০১১ সালে ছিল ৩১টি এবং ২০০৮ সালে চারটি। | Bu sayı 2011'de 31 ve 2008'de ise sadece 4 idi. |
22 | আবারো আদিবাসী নারী ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সবখানে। | Bu vahşi cinayet ve tecavüz ülke çapında kızgınlığa ve öfkeye sebep oldu. |
23 | ঢাকা, চট্টগ্রাম, সিলেটে প্রতিবাদ সমাবেশ হয়েছে। | Dakka, Chittagong ve Sylhet'te yürüyüşler düzenlendi. |
24 | নেটিজেনরাও সরব হয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। | İnternet kullanıcıları da olayı protesto ettiler. |
25 | আদিবাসী নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ সমাবেশ। | Dakka'da yerli bir kızın tecavüz edilip öldürülmesine karşı düzenlenen protestolar. |
26 | ছবি ফিরোজ আহমেদ। | Fotoğraflar: Firoz Ahmed. |
27 | স্বত্ব: ডেমোটিক্স। | Copyright Demotix |
28 | মিথুন চাকমা জুম্ম ফেসবুকে লিখেছেন: | Mithun Chakma Jummo Facebook'da paylaştı: |
29 | অসাড় মৃত হয়ে পড়ে থাকে আমাদের বোন, আমরাও কি অসাড় হয়ে থাকি! | Hissiz, aynı kız kardeşimizin cansız bedeni gibi, biz de hissiz miyiz? |
30 | ইন্ডিয়া জ্বলে উঠে ‘গ্যাঙরেপ'এর প্রতিবাদে, ইম্ফল জ্বলে শ্লীলতাহানির বিচারের দাবিতে। | Hindistan yakın zamanda ki toplu tecavüz olaylarını öfkeyle protesto etti, İmphal şehri bir kız cinsel saldırıya uğradığı zaman adalet için haykırdı. |
31 | আমাদের প্রতিবাদের ভাষা কী হবে! | Bizim protesto şeklimiz ne olmalı? |
32 | একটি মিছিল!? | Sadece bir yürüyüş mü? |
33 | তারপর অসাড়তা! | Sonrasında gene sessiz ve hissiz olmaya devam! |
34 | আদিবাসী অধিকার আন্দোলন (CHT) লিখেছে: | Adivasi Aodhikar Andolon şöyle yazdı: |
35 | খবর দেখছিলাম, দিল্লীতে বাসে ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল ভারত। | Haberlerde, Hindistan'ın Delhi otobüsünde ki toplu tecavüz olayına karşı öfkeli protestolarını izledim. |
36 | ভাল লাগলো এটা দেখে ওরা একতাবদ্ধ, মিডিয়া ওদের সাথে। | Onların o birlik ve beraberliğini görmek çok güzeldi. |
37 | সরকার বাধ্য হয়েছে দোষীদের গ্রেপ্তার করতে। | Ayrıca medya da onların yanındaydı. |
38 | একটু পেছনে যাই, সম্প্রতি রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলু গ্রামে ৮ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী থোমাচিং মার্মাকে ধর্ষণের পর হত্যার করা হয়েছে। | Hindistan hükümeti failleri yakalamaya zorlandı. Yakın zamanda yerli bir kız Borodalupara Köyü'nde tecavüz edilip öldürüldü. |
39 | কই ????? | Sonuç? |
40 | পুলিশ তো এখনো কাউকে গ্রেফতার করেনি!! | Polis tek bir kişiyi bile yakalayamadı! |
41 | এমনি করে আরও শত শত আদিবাসী মা-বোন দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার হচ্ছে এবং খুন করা হচ্ছে। | Uzun zamandır, bunun gibi yüzlerce yerli kardeşimiz ve annemiz tecavüze uğrayıp öldürülüyor. |
42 | ব্লগার অনীক লিখেছেন: | Blog yazarı Anik şöyle yazdı: |
43 | এই অপরাধগুলো বাংলাদেশের একটি ইমেজ দাঁড় করাচ্ছে আমার মনে, তা হলো ধর্ষক ও খুনীর। | Bu saldırılar aklımda bir Bangladeş imajı oluşturuyor. Tecavüzcülerden ve katillerden oluşan bir imaj. |
44 | আমার মনে হচ্ছে, চারপাশে পোটেনশিয়াল ধর্ষক ও খুনী ঘুরে বেড়াচ্ছে! | Sanki, acımasız tecavüzcüler ve katiller her gün aramızda dolaşıyormuş gibi hissediyorum. |
45 | কোনই নিশ্চয়তা নেই, যে এরা হঠাৎ কেউ ক্ষেপে উঠে ধর্ষণ করবে না। | Bazılarının kontrollerini kaybedip, dürtülerine yenik düşmeyeceklerinin hiç bir garantisi yok. |