# | ben | tur |
---|
1 | সৌদি বাদশাহ ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেছে; তার উত্তরসূরি সালমানের বয়স ৭৯ বছর | Suudi Kral Abdullah 90 Yaşında Vefat Etti, Görevi 79 Yaşındaki Salman Devraldı |
2 | আজ, ৯০ বছর বয়সে সৌদি আরবের বাদশা মৃত্যুবরণ করেছেন। | Suudi Arabistan Kralı Abdullah bugün 90 yaşında vefat etti. |
3 | সৌদি সকল নোটে তার ছবি রয়েছে। | Fotoğrafı tüm Suudi paralarının üstünde yer alıyor. |
4 | ছবির কৃতিত্ব- আমিরা আল হোসাইনি। | Fotoğraf: Amira Al Hussaini |
5 | এক সপ্তাহ ধরে নানান জল্পনা কল্পনার পর আজ [২৩ জানুয়ারি, ২০১৫] ঘোষণা করা হয় যে সৌদি আরবের বাদশা আবদুল্লাহ বিন আব্দুলআজিজ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর, যিনি দুটি পবিত্র মসজিদের রক্ষক। | Haftalardır süren spekülasyonlardan sonra, Suudi Arabistan bugün(23 Ocak, 2015) 90 yaşındaki, 2 Kutsal Camii'nin Koruyucusu, 2005'te üvey erkek kardeşi Fahad Bin Abdulaziz'in vefatından sonra göreve gelen Abdullah Bin Abdulaziz'in vefat ettiğini duyurdu. |
6 | ২০০৫ সালে, সৎ ভাই ফাহাদ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর আবদুল্লাহ ক্ষমতায় আসেন, এখন তার উত্তরসূরি হলেন তার অন্য ভাই সালমান বিন আব্দুলআজিজ। | Suudi Kral Abdullah'ın yerine 79 yaşındaki diğer erkek kardeşi Salman Bin Abdulaziz geldi. |
7 | আর বর্তমান দেশটির যুবরাজ হল তাদের আরেক ভাই মুকরিন। | Diğer erkek kardeşleri Mukrin ise veliaht ilan edildi. |
8 | এরা সকলে বাদশা আব্দুল আজিজের সন্তান, যিনি ১৯৩২ সালে সৌদি আরব নামক রাষ্ট্র প্রতিষ্ঠাতা, আর সেই থেকে তার উত্তরাধিকারীরা ধারাবাহিক ভাবে সৌদি আরবের সিংহাসনে আরোহণ করে আসছে। | Hepsi 1932'de Suudi Arabistan'ın kurucusu olan Kral Abdülaziz'in oğulları, yıllar içinde tahta çıktılar. |
9 | আব্দুল আজিজের ৪৫ জন সন্তানের মধ্যে ৩৬ জন টিকে ছিল, যারা বয়সকালে মৃত্যুবরণ করে এবং তাদের সন্তানাদি রয়েছে। | Abdülaziz'in 45 oğlundan 36'sı hayatta kalarak yetişkinliğe ulaşabilmiş ve kendileri de çocuk sahibi olabilmiş. |
10 | মিশরীয় নাগরিক আমরো আলি এই ইনফোগ্রাফিক তুলে ধরেছে যা প্রদর্শন করছে, ক্রমশ কমে আসতে থাকা এক বয়স্ক প্রজন্ম সৌদি আরবের সিংহাসনে বসার অপেক্ষায় থাকে। | Mısırlı Amro Ali “Eski jenerasyon Suudi Kralların sayısı gittikçe azalıyor” isimli bilgilendirici grafiği paylaştı. |
11 | সবসময় বয়স্ক এক প্রজন্ম বাদশার গদিতে বসার অপেক্ষায় রয়েছে। | Eski jenerasyon #Saudi Kralların sayısı gittikçe azalıyor. |
12 | যাদের আর তিনজন এখন অবশিষ্ট রয়েছে। এই ঘটনায় অনলাইনের নাগরিকরা দ্রুত তাদের সংক্ষিপ্ত মন্তব্য তুলে ধরছে। | 3 tane kaldı. http://t.co/vjLCCf5VE2 pic.twitter.com/A2K0CxTdhf v @markscheffler - Amro Ali (@_amroali) Ocak 23, 2015 |
13 | সৌদি ব্লগার আহমেদ ওমরান উল্লেখ করেছে যে কিভাবে সদ্য বাদশাহী প্রাপ্ত সালমান নতুন অবস্থানের প্রেক্ষাপটে টুইটারে তার জীবন বৃত্তান্তে পরিবর্তন এনেছেন: | Dünyadaki çevrimiçi vatandaşlar fikirlerini paylaşmakta oldukça aceleciydiler. Suudi blog yazarı Ahmet Al Omran, King Salman'ın biosunun yeni durumunu yansıtmak için nasıl değiştirildiğine dikkat çekiyor: |
14 | বাদশা সালমানের টুইটারের জীবন বৃত্তান্ত পরিমার্জন করা হয়েছে, যেখানে লেখা হয়েছে; বাদশা সালমান, যিনি দুটি পবিত্র মসজিদের তত্বাবধায়ক। | @HRHPSalman‘ın Twitter biosu güncellendi: İki Kutsal Camiinin koruyucusu Kral Salman'ın resmi hesabı pic.twitter.com/ieqqq1kTUZ Ahmed Al Omran (@ahmed) 23 Ocak, 2015 |
15 | সদ্য পৃথিবী থেকে বিদায় নেওয়া বাদশাহ এবং তার নতুন উত্তরসূরির বয়স নিয়ে বিভ্রান্তি রয়েছে। | Vefat eden kral ve yerine gelen kralın yaşlarıyla ilgili bir karışıklık vardı. |
16 | সংযুক্ত আরব আমিরাত থেকে আব্দুলখালেক আবদুল্লাহ টুইট করেছে: | UAE'den Abdulkhaleq Abdulla tweetledi: |
17 | এই মাত্র সংবাদ পাওয়া গেল। | 93 yaşındaki Suudi Arabistan Kralı Abdullah Bin Abdulaziz öldü. |
18 | সৌদি আরবের ৯৩ বছর বয়স্ক বাদশা আবদুল্লাহ বিন আব্দুল আজিজ মৃত্যু বরণ করেছেন। | 82 yaşındaki Salman Bin Abdulaziz yeni kral oldu. |
19 | এখন নতুন বাদশা হলেন ৮২ বছর বয়স্ক সালমান বিন আব্দুলআজিজ। | - Abdulkhaleq Abdulla (@Abdulkhaleq_UAE) Ocak 22, 2015 |
20 | বাদশাহ আবদুল্লাহর মৃত্যু সংবাদে অনেকে এতটা ভাল মনোভাব প্রকাশ করেনি। | Bazıları da Abdulla'nın ölümünü pek de hoş karşılamadı. |
21 | যেমন এই টুইটার ব্যবহারকারী এই মীমটি প্রদর্শন করেছে: | Twitter kullanıcısı aşağıdaki capsi paylaştı. : |
22 | বাদশা আবদুল্লাহ জীবিত আছেন এবং তাকে ঘোড়ায় চড়ে বেড়াতে দেখা গেছে। | Kral Abdulla hayatta ve atına binerken görüntülendi pic.twitter.com/h3XJAi8jN6 - Zalameh (@BDS4Justice) Ocak 22, 2015 |
23 | কিন্তু এমন অনেক সৌদি নাগরিক রয়েছে যারা সৌদি বাদশাহ-এর মৃত্যুতে শোকার্ত। | Ama krallarının vefatına üzülen Suudiler de vardı. Bir kullanıcı aşağıdakini yazmış: |
24 | এই টুইটার ব্যবহার লিখেছে: | Gözlerim yaşlarla doldu. |
25 | আমার চোখ অশ্রুতে ভরে গেছে, তাকে আমি কতটা ভালবাসি তা প্রকাশ করার মত কোন ভাষা আমার জানা নেই! | Bu adamı ne kadar çok sevdiğimi anlatabilecek bir kelime yok! #وفاة_الملك_عبدالله ﹌ (@Lmashmranii) Ocak 23,2015 |
26 | আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছে : | Bir diğer kullanıcı: |
27 | তিনি কেবল এক বাদশাহ ছিলেন না, তিনি ছিলেন জাতির এক নেতা এবং এক পিতা। | Sadece bir kral değil bir babaydı da #وفاة_الملك_عبدالله - miss g (@AJustagirl123) Ocak 23, 2015 |
28 | আর শোক প্রকাশ চলছে: | Ve yas devam ediyor: |
29 | আমরা এক পিতাকে হারিয়েছি। আমরা এক অসাধারণ নেতাকে হারিয়েছে। | #RIPKingAbdullahBinAbdulaziz Bir baba, büyük bir lider, insanlığın kralını kaybettik. |
30 | আমরা মানবতার এক বাদশাহকে হারিয়েছি। | Kral Abdullah huzur içinde yat. |
31 | শান্তিতে ঘুমান বাদশাহ আবদুল্লাহ। | #وفاة_الملك_عبدالله - رمآد ..♡ (@ramad_n_) 23 ocak, 2015 |
32 | মিশর থেকে দি রক দ্রুত শোক প্রকাশকারীদের এই মিছিলে যোগ দিয়েছে, মিশরকে সাহায্য করার কারণে বাদশাহকে সে ধন্যবাদ প্রদান করছে। : | Mısır'dan Rock, yaslılar trenine çabuk katıldı, Suudi kralına, Mısır'a yaptığı hizmetlerden dolayı teşekkür ediyordu: |
33 | অসাধারণ এক বাদশাহঃ মিশরের প্রতি আপনার সকল প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ। সৌদি আরবের নাগরিকদের জন্য রইল সমবেদনা। | #وفاة_الملك_عبدالله Büyük Kral: Mısır'a yardım etmek için harcadığın tüm çabalar için teşekkürler. |
34 | সৌদি বাদশাহ-এর মৃত্যুর সংবাদ তার আত্মার শান্তি কামনা করে হাজার হাজার নাগরিক শোক বার্তা প্রদান করে যাচ্ছে। | Suudilerin başı sağolsun. pic.twitter.com/M5nLYVWwWd - Etch H (@TheRockH2012) Ocak 23, 2015 Hala binlerce başsağlığı mesajı gelmeye devam ediyor. |