# | ben | tur |
---|
1 | জাপানের কোচিনেরাবু-জিমা দ্বীপের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের বিহ্বল করা ছবি | |
2 | কোচিনেরাবু-জিমার শিনডেক পর্বতের অগ্নুৎপাতের প্রত্যক্ষদর্শীর তোলা ছবি। | Japonya'nın Kuchinoerabu-jima Adasındaki Volkanik Patlamadan Nefes Kesen Görüntüler |
3 | ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া। কোচিনেরাবু-জিমা জাপানের একটি বিচ্ছিন্ন দ্বীপ। | Shindake Dağı Kuchinoerabu-jima'ya doğru patlarken bir görgü tanığının çektiği görüntüler. |
4 | আর এই দ্বীপেই শিনডেক পর্বতের অবস্থান। | JİJİ Press‘ten alınan YouTube görüntüsü. |
5 | গত ২৮ মে হঠাৎ করেই এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। অগ্নুৎপাতের ফলে দ্বীপের ১৩৭ জন বাসিন্দা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। | Issız Japon adası Kuchinoerabu-jima'daki Shindake Dağı hiçbir uyarı vermeden 28 Mayıs günü aniden patladı ve orada yaşayan 137 ada sakininin tahliye edilmesine neden oldu. |
6 | অধিবাসীরা খুব দ্রুত দ্বীপ ছেড়ে চলে যাওয়ায় অগ্নুৎপাতের ছবি তুলতে পারেননি। | Ada sakinleri, sosyal medyaya yükleyecek fotoğraf çekmek bir yana, eşyalarını bile toplayacak zaman kalmadan adadan ayrıldılar. |
7 | তবে অগ্নুৎপাত শুরুর দিকের অল্প কিছু ছবি তুলতে পেরেছিলেন। সেগুলোই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। | Fakat bir çocuk patlama anının harika bir videosunu çekti ve görüntüler sonradan Japonya'nın büyük online gazetelerinden biri olan JiJi tarafından alındı: |
8 | তবে একজন ছেলে অগ্নুৎপাতের ঘটনা ভিডিও করতে সক্ষম হয়েছেন। সেই ভিডিও জাপানের মূলধারার অন্যতম সংবাদ ওয়েবসাইট জিজি-তে আপলোড করা হয়েছে। | Video açıklaması: Bu video çekilmeden hemen önce yer sallandı ve gökyüzü çocuğun annesinin çığlığıyla birlikte külle kaplandı. |
9 | ভিডিও ক্যাপশন: ভিডিও করার ঠিক আগ মুহূর্তে, পৃথিবী গর্জে ওঠে, আকাশ ছাই-মেঘে ভরে যায়। | |
10 | আর ছেলেটির মায়ের চিৎকার শোনা যায়। | Patlama, çocuk çekime başlamadan hemen önce başladı. |
11 | ছেলেটি ভিডিও শুরু করার মাত্র কয়েক সেকেন্ড আগে অগ্নুৎপাত শুরু হয়। | Video boyunca çocuk, korkan annesine çamaşırları boş vermesini söyleyerek acele ettirmeye çalışıyor. |
12 | ভিডিও-তে শোনা যায়, ছেলেটি তার ভীতসন্ত্রস্ত মাকে লন্ড্রির জামাকাপড়র কথা ভুলে গিয়ে তাড়াতাড়ি নিরাপদ আশ্রয়ে যেতে বলছে। | |
13 | অগ্নুৎপাতের তীব্রতা এতো বেশি ছিল যে, দ্বীপের বেশিরভাগ বাসিন্দা জামাকাপড় ছাড়া আর বেশি কিছু নিয়ে যেতে পারেননি: | Patlamanın şiddeti, birçok ada sakininin sırtlarındaki kıyafetten başka birşey alacak vakti olmadan kaçmalarına neden oldu: |
14 | মাইনিচি সংবাদের ফুটেজ থেকে: পাখির চোখে দেখা কোচিনেরাবু-জিমা: নতুন অগ্নুৎপাত শুরু হয়েছে। অগ্নুৎপাতের ভয় সবার মধ্যে ঢুকে পড়েছে। | Mainichi News'ten görüntüler: Kuchinoerabu-jima adasından gökyüzünün görünümü: Yeni patlama-Mainichi News http://t.co/rHClcXK8Wb Yeni bir patlama korkusuyla vatandaşlar tahliye edildi. |
15 | বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যাচ্ছে। | Fotoğraflar Mainichi News helikopterinden çekildi. |
16 | মাইনিচির সংবাদ সংস্থার হেলিকপ্টার থেকে ছবি নেয়া হয়েছে (ভিডিও আছে)। | Kuchinoberu-jima halkının evine ne zaman döneceği veya dönüp dönemeyeceği hâlâ kesin değil: |
17 | এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, কোচিনেরাবু-জিমার বাসিন্দারা কবে তাদের বাসায় ফিরতে পারবেন। | |
18 | কোচিনেরাবুর অগ্নুৎপাত: দ্বীপের বাসিন্দাদের এক বছরের বেশিও বাইরে থাকতে হতে পারে। | Kuchinoerabu'da patlama: Sakinlerin geri dönmesi bir yıl kadar sürebilir; ada şimdilik inek ve patateslere kalmış durumda. |
19 | দ্বীপটি এখন গরু ও আলুর আবাস হয়ে গেছে। | Halkın ada için endişesi artmaya başladı. |
20 | বাসিন্দারা কবে বাড়ি ফিরতে পারবেন, তা আল্লায় জানে। | Volkanik patlama sırasında çekilen bazı fantastik görüntüler sosyal medyada da paylaşıldı. |
21 | আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কিছু বিহ্বল করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। | |
22 | কোচিনেরাবুর অগ্নুৎপাত। | Kuchinoerabu patlaması. |
23 | স্যাটেলাইট থেকে পাওয়া কোচিনেরাবুর অগ্নুৎপাতের ছাইয়ের চিহ্ন। | Kuchinoerabu volkanik kül bulutu uydu görüntüsü. |
24 | কাগোশিমারি উত্তর-পূর্ব অধিবাসীদের সৌভাগ্য যে, বাতাস কিউশু মেইনল্যান্ড থেকে অগ্নুৎপাতের ছাইকে দূরে পাঠিয়ে দিচ্ছে: | Kuzeydoğu Kaoshima bölgesinin halkı şanslı, tam o sırada hakim olan rüzgar, kül bulutunu Kyushu ana karasından uzaklaştırdı. |
25 | জাপানের আবহাওয়া দফতরের তথ্য থেকে জানা গেছে, কোচিনেরাবু-জিমার অগ্নুৎপাতের ছাই বাতাসে দক্ষিণ-পশ্চিমে চলে যাচ্ছে। | Volkanik patlamadan sonra Japon Meteoroloji Ajansı‘nın yayınladığı bilgiye göre, yanardağdan çıkan küller güçlü rüzgarlarla güneybatıya taşınacak. |
26 | কিউশু আগ্নেয়গিরিতে যেকোনো সময় অগ্নুৎপাত ঘটতে পারে। এগুলো এখনো সক্রিয়। | Kyushu volkanlarının bir kısmı her an patlamaya hazır ya da aktif durumda. |
27 | নিচের টুইটটি একবছর আগের। এখানে কোচিনেরাবু-জিমার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঝুঁকি দেখানো হয়েছে: | Yaklaşık bir yıl önce paylaşılan bu tweet Kuchinoerabu-jima volkanın patlama riski olduğunu belirtmişti: |
28 | [ছবি ও চার্ট-এ উপর থেকে নিচে] কিউশু আগ্নেয়গিরি সক্রিয়তা: | [Fotoğrafta yukarıdan aşağı doğru olan çizelge] Kyushu volkanik faaliyetleri |
29 | কিজু (সবুজ) আনজেন (সবুজ) আসো (হলুদ) কিরিশিমা (হলুদ) সাকুরাজিমা (লাল) সাতসুমা ইয়োজিমা (সবুজ) কোচিনোরাবু (লাল) সুয়ানোজ (হলুদ) | |
30 | আগ্নেয়গিরির সক্রিয়তা: ৩= লাল, ২= হলুদ, ১= সবুজ | Volkanik faaliyetler:3 = Kırmızı, 2 = Sarı, 1 = Yeşil |
31 | কাগোশিমার সাকুরাজিমা এবং কোচিনোরাবু সক্রিয় আগ্নেয়গিরির তালিকায় রয়েছে। | Sakurajima (Kogoshima) ve Kuchinoerabu da aktif volkanlar listesine eklendi. |
32 | ২০০০ সালের পর থেকে সাকুরাজিমা আগ্নেয়গিরির সক্রিয়তা বাড়ছে। এবং গত চার বছরের মধ্যে ৮০০ বারের বেশি অগ্নুৎপাত ঘটেছে। | Sakurajima volkanı 2000 yılından beri artış gösteren patlamalara maruz kalıyor ve son beş yılda 800 seferden fazla patlama meydana geldi. |
33 | সারাবিশ্বের মধ্যে জাপানের কোচিনেরাবু-জিমা দ্বীপের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনাই সর্বসাম্প্রতিক। | |
34 | তবে কিউশু দ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তের কাগোশিমা শহরের সাকুরাজিমা আগ্নেয়গিরি থেকে নিয়মিতভাবে অগ্নুৎপাতের ঘটনা ঘটে। | |
35 | পাশের শহরের বাসিন্দারা দিগন্ত সীমায় প্রায়ই এর দেখা পান। কোচিনেরাবুর অগ্নুৎপাতের কয়েক সপ্তাহ আগে এখানে একদফা অগ্নুৎপাতের ঘটনা ঘটে। | Kuchinoerabu-jima adasındaki Shindake Dağı Dünya çapında son zamanlarda en büyük ilginin gösterildiği yanardağ iken, Kyushu adasının güneybatı ucunda bulunan şehir Kagoshima da şehri örten yanardağ Sakurajima'nın patlamalarına maruz kalıyor. |
36 | আর এই অগ্নুৎপাতের ছাই এখনো শহর জুড়ে ছড়িয়ে রয়েছে। | Bu hafta Kuchinoerabu'da meydana gelen bir dizi patlama şehri külle kapladı. |
37 | সাকুরাজিমা অগ্নুৎপাত। | Sakurajima patlıyor. |
38 | আজ রাতে একে ঠিক এমন দেখাচ্ছিল। | Bu da bu akşamki görünümü. |
39 | m(_ _)m কোচিনেরাবু-জিমা দ্বীপের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। | Kuchinoberu-jima sakinleri tahliye edilmiş olsa bile Sakurajima Dağı, Kagoshima sokaklarını külle kapladı: |
40 | আর কাগোশিমার রাস্তায় সাকুরাজিমার ছাইয়ের আস্তরণ পড়ে রয়েছে: | |
41 | আমি যখন বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন দেখলাম আমার গাড়ি আগ্নেয়গিরির ছাইয়ে ডুবে আছে। | |
42 | বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী টুইট করেছে: | Eve gitmeye hazırlanırken tekerleklerin volkan küllerine gömüldüğünü farkettim. |
43 | দেখুন আমাদের ক্যাম্পাসের অবস্থা কেমন হয়েছে। | Bu üniversite öğrencisi şöyle tweet attı: |
44 | সাকুরাজিমার অগ্নুৎপাতের ছাইকে ধন্যবাদ। | Sakurajima Dağı'ndan çıkan küllerle kaplanan kampüsün görüntüsü. |
45 | সাকুরাজিমার অগ্নুৎপাত স্থানীয় বাসিন্দাদের বিড়ম্বনার কারণ হলেও কাগোশিমার পর্যটকদের কাছে এটা একটি দর্শনীয় বস্তু: | |
46 | গতকাল আমরা কিনকো হাইল্যান্ড হোটেলে ছিলাম। আমাদের বাইরে গোসল সারতে হয়েছে। | Sakurajima'nın patlamaları halk için büyük sıkıntı olabilir, Kagoshima'yı ziyaret edenler için muhteşem bir deneyim: |
47 | সাকুরাজিমার অগ্নুৎপাতের ছাইয়ে আকাশ উত্তাল ছিল। | Kinko Highlands Otel‘de geçirdiğimiz son gecede dışarıdaki havuza daldık. |
48 | গোসল করার মতো কোনো জায়গা ছিল না। | Sakurajima'dan kül bulutları yükseliyordu. |
49 | আশা করি, আমরা ছবি তোলায় কেউ মনক্ষুণ্ন হবেন না। *^^*) | Havuzda kimse olmadığı için kimsenin fotoğraf çekmemize bir şey demeyeceğinden eminim. |
50 | সাকুরাজিমার বিস্ফোরণ নতুন কোনো ঘটনা নয়। | Sakurajima'nın patlama şiddeti yeni bir deneyim değildi. |
51 | সুনামি এবং শত শত মানুষ হত্যা ছাড়াও ১৯১৪ সালে একটি ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনা ঘটে। যা কাগোশিমা এলাকার মানচিত্রই পাল্টে দেয়। | Tsunami meydana getirmesi ve yüzlerce kişinin ölümüne neden olmasının yanı sıra, 1914'te meydana gelen büyük bir patlama, Sakurajima ve volkanı ile Kagoshima ve Kyushu anakarasını birleştirerek Kagoshima Koyu'nu oluşturdu. |
52 | কারণ এই বিস্ফোরণে একটি উপদ্বীপেরও সৃষ্টি হয়: ১৯১৪ সালের সাকুরাজিমা অগ্নুৎপাত। | Tarihin en büyük patlamalarından biri, 1914 Sakurajima Patlaması. |
53 | আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম অগ্নুৎপাতের ঘটনা। | |