Sentence alignment for gv-ben-20120814-30026.xml (html) - gv-tur-20121121-472.xml (html)

#bentur
1বিশ্ব: আন্তর্জাতিক সম্পর্ক শ্রেণিকক্ষের বাইরে এসে ওয়েবে ঠাঁই নিচ্ছেEvrensel: ‘Uluslararası İlişkiler’ dersliklerden Web'e taşınıyor Bu gönderi Uluslararası İlişkiler ve Güvenlik bölümümüzün kapsamındadır.
2আমাদের এই পোস্ট আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কভারেজ এর অংশ। শিক্ষার্থীরা ইন্টারনেট এবং ওয়েব ২.Genel ağ ve Web 2.0, öğrencilere ‘Uluslararası İlişkiler' kitaplarına geniş çaplı ulaşımını sağladı; artık üniversite ve akademik çalışmalardaki dersler ve bilgiler çevrimiçi olarak kolayca erişilebilir durumda.
3০ এর মাধ্যমে এখন খুব দ্রুত ও সহজেই আন্তর্জাতিক সম্পর্কের (আইআর) ওপর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বৃত্তির তথ্য, কোর্স, বইপত্র সম্পর্কে জানতে পারছে। এসব তথ্য এখন অনলাইনে সহজলভ্য।E-posta ile iletişim kurduğumuz, San Francisco State Üniversitesi Uluslararası İlişkiler kürsüsü başkanı ve Yale Üniversitesi Siyasal Bilim doktorası sahibi Prof. Sanjoy Banerjee bizlere konuyla ilgili şunları aktardı:
4যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে পিএইচডি ডিগ্রিধারী, বর্তমানে সানফ্রান্সিসকো স্টেট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান অধ্যাপক সঞ্জয় ব্যানার্জি ইমেইল যোগাযোগে বলেন:
5প্রাযুক্তিক উন্নয়নের বিশেষত ইন্টারনেটের প্রধান সুবিধা হলো, এটা গবেষণা কাজকে খুব দ্রুততর করে।Bilgi ve iletişim teknolojisindeki, ve kısmen internet dünyasındaki, gelişiminin öncelikli yararı; bu gelişmelerin daha hızlı araştırma yapabilmeye olanak sağlamasıdır.
6গুগল স্কলারের মতো সার্চ ইঞ্জিনে যে কেউ আগের চেয়ে আরো দ্রুত ওই বিষয়ের ওপর আর্টিকেল, বইপত্র খুঁজে পাবেন।Örneğin Google Scholar gibi arama motorları ile artık talep edilen makaleler ve kitaplara erişim eskisinden çok daha hızlı ve etkin biçimde yapılabilmektedir.
7অবশ্য পড়া, বুঝতে পারার কাজটা সহজ নয়।Tabi ki bu gelişimin okuma ve anlamaya herhangi bir katkısı yok.
8আমি ছাত্রাবস্থায় যা পড়েছি, তার চেয়ে আমার ছাত্ররা আরো বেশি বিষয়ে পড়ে।Yalnız, şu bir gerçek ki; artık benim öğrencilerim, benim öğrenciliğim sırasında yaptığımdan daha geniş ve daha kapsamlı okumalar yapabilmektedir.
9৯০ দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের শিক্ষার্থী, বর্তমানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উর্ধ্বতন প্রকল্প ব্যবস্থাপক শাহজাদা আকরাম আরো যোগ করেন:Dhaka Üniversitesi Uluslarası İlişkiler bölümünden mezun ve şu an Uluslararası Şeffaflık Kurumu'nun Bangledeş temsilciliğinde üst düzey yönetici olan Sahzada Akram konuya şunları ekliyor: Uluslararası İlişkiler bölümünün websayfası, Dhaka Üniversitesi, Bangladeş
10বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নীড়পাতা। এই পরিবর্তন সবচেয়ে বেশি প্রভাবিত করেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল বলে পরিচিত আরব দেশগুলোতে।Aslında değişimlerin yansıması, en iyi şekilde dünyanın en önemli bölgelerinden birindeki Arap devletlerinde, Wikileaks'in etkisiyle oluşan “Arap Baharı” ile birlikte politik senaryoların değişmesi ve bu kapsamdaki bütün uluslarası olayların televizyonlar, internet, vb araçlarca bizlere canlı aktarımlarının yansımasıyla oluştu.
11আর এটা হয়েছে আরব বসন্তের মাধ্যমে। উইকিলিকস কুটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্টগুলোর মধ্যে প্রভাব ফেলেছে।Bu yaşananlar, bir şekilde öğretim metotlarını ve müfredatlardaki Uluslararası İlişkiler programlarının, klasik öğretim ve teorilerini değişime zorladı.
12দেশীয় এবং আন্তর্জাতিক ঘটনাগুলো টেলিভিশন এবং ইন্টারনেটে সরাসরি সম্প্রচার হয়েছে।Bugün Uluslararası İlişkiler programları (eğer üniversitem Dhaka Üniversitesindeki programı ele alırsak) daha çok web-tabanlı hale geldi.
13আর এগুলো আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব এবং পড়াশোনার প্রথাগত পদ্ধতি, কারিকুলামে পরিবর্তন আনতে বাধ্য করছে।Uluslararası İlişkilere odaklanan medya ve iletişim üzerine olan yeni derslerin Bilgi ve İletişim Teknolojilerindeki gelişmeleri daha çok takip edebilir olması sağlandı.
14এখন আইআর একটা শাখা হিসেবে এটা অনেকটা ওয়েব-বেজইড হয়ে গেছে (আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলা যায়)।Uluslarası İlişkiler artık bir kaç tartışmanın bir öğesi olmaktan çıkıp yeni bir boyut kazandı. Artık daha açık bir hale gelip, herkesçe erişebilir bir noktaya geldi.
15মিডিয়া এবং কমিউনিকেশনের ওপর নতুন নতুন কোর্স ফোকাস করার মাধ্যমে আইআর সাম্প্রতিক সময়ের তথ্যপ্রযুক্তির উন্নয়নের সাথে নিজেকে সম্পৃক্ত রাখছে।Bununla birlikte tarihçi Juan Cole gibi, Uluslararası İlişkileri dersliklerden çıkarıp bloglara, Twitter, YouTube ve Facebook üzerine taşıyan artan sayıda “uzman fikirler” de var. Akram bu tip fikirlerin “yumuşak diplomasi” gibi kavramların güç kazanmasına yardımcı olabileceğini hissettiğini söylüyor.
16আইআর একটা নতুন মাত্রা পেয়েছে। এখন আর কয়েকটা আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকছে না।“Yönetimler artık izledikleri politikalarda artık eskisinde daha çok sakınımlı bir biçimde davranmalılar” diye de ekliyor.
17বরং এটা আরো বেশি উন্মুক্ত হয়েছে, এর ভেতরে ঢোকা আরো সহজসাধ্য হয়েছে।Bir yandan da, bu konudaki bir çok ses de gürültü olarak nitelendirilebilir.
18তাছাড়া ইতিহাসবিদ জুয়ান কোলের মতো ‘এক্সপার্ট ভয়েস' এর সংখ্যা বেড়েছে।Prof. Banerjee şunu da aktarıyor: Bloglar ve sosyal medyaya çok fazla akademik önem verilmiyor.
19যারা শ্রেণীকক্ষে পড়ানো বাদ দিয়ে ব্লগে, টুইটারে, ইউটিউবে এবং ফেসবুকে পড়াচ্ছেন।Çoğunlukla, bu tip örnekler bilimsel bir düzenle yazılmıyorlar böylece akademik yazıların yerini tutmuyorlar.
20আকরাম মনে করেন, ‌সফট ডিপ্লোম্যাসি'র মতো ধারণার ব্যাপক ভিত্তি পেতে এই ‘এক্সপার্ট ভয়েস' সাহায্য করবে । সরকারও তাদের কার্যক্রম ও নীতি নিয়ে আগের চেয়ে বেশি সতর্ক হয়েছে।Robert Kelly- Asya Güvenlik blogu yazarı ve Pusan Ulusal Üniversitesi öğretim üyesi Prof.Robert Kelly'nin International Security Discipulus adlı blogda konuyla ilgili şöyle bir yorumu bulunuyor:
21অন্যদিকে অনেক ‘এক্সপার্ট ভয়েস' বিভ্রান্তি তৈরী করতে পারে।İnternetin öğretiyi açıkça değiştirtiği bir gerçek.
22অধ্যাপক ব্যানার্জি বিশ্বাস করেন:Bloglamak artık eskisinden daha çok ciddiye alınıyor.
23শিক্ষার ক্ষেত্রে ব্লগ এবং অন্যান্য সামাজিক মিডিয়ার গুরুত্ব খানিকটা কম। সবচে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে যথেষ্ট প্রাজ্ঞতার সাথে লেখা হয় না।Sanırım Walt'ın Foreign Policy'deki öncül blogu bu konuda bir çok şeyi değiştirti, daha çok inandırıcılık getirdi; fakat bu konudaki asıl öncü ise Drezner oldu.
24একাডেমিক লেখালিখির বিকল্প হিসেবেও একে ব্যবহার করা যায় না।Artık Uluslararası İlişkiler üzerine bir çok iyi blog var, örneğin Duck of Minerva.
25পুসান ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট কেলী, যিনি রবার্ট কেলী-এশিয়ান সিকিউরিটি ব্লগের একজন ব্লগার তিনি ইন্টারন্যাশনাল সিকিউরিটি ডিসসিপিউলাস ব্লগে মন্তব্য করেছেন:Robert Kelly, bloglamanın gerçek değeri yayına göndermeniz gereken fikirler üzerinde test sürüşü yaptırabilme olanağı sağlamasıdır, diyor ve “bloglamak kendi içinde bir son veya gerçek araştırmanın yerini tutabilecek bir şey değildir” diye bir uyarı eklemeyi de ihmal etmiyor.
26অবশ্য ইন্টারনেট এসে পড়াশুনার বিষয় পরিবর্তন করছে।Uluslararası İlişkiler blogu The Duck Of Minerva'dan bir ekran görüntüsü
27আমরা ব্লগকে আগের চেয়ে বেশি গুরুত্বের সাথে গ্রহণ করছি। আমার ধারণা, বৈদেশিক নীতিতে ওয়াল্ট ফ্ল্যাগশিপ ব্লগে অনেক পরিবর্তন এসেছে।Ocak 2012'de Foreign Policy dergisi sosyal medya ve Web 2.0 ‘ın uluslararası ilişkiler öğretisi üzerine etkisini araştırmak üzere yaptığı anketin sonuçlarını yayınladı.
28অনেক বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে।Daniel.
29কিন্তু ড্যাজনার এক্ষেত্রে অগ্রগামী।W.
30এখানে ডাক অব মিনার্ভার মতো আন্তর্জাতিক সম্পর্কের ওপর ব্লগ রয়েছে।Drezner, blogunda anketin Birleşik Devletlerden katılanlar üzerinden ilginç bir değerlendirmesini yapıyor [pdf].
31তিনি সতর্ক করে দেন যে, ব্লগিংয়ের প্রকৃত মূল্য হল ধারনা মানসম্পন্ন কি না তা পরীক্ষা করে দেখা।20 farklı ülkeden bilgiler ışığında hazırlanan, çalışmanın final raporuna ise buradan erişilebilir.
32যা নিয়ে আপনি জার্নালে জমা দেয়ার জন্য চূড়ান্তভাবে কাজ করবেন। দ্য ডাক অব মিনার্ভা নামের আন্তর্জাতিক সম্পর্কের ওপর ব্লগটির স্ক্রিনশট।Sonuç olarak, bazı uzman akademisyenlerin konuyla ilgili çekincelerine rağmen, sosyal medyanın Uluslararası İlişkiler eğitimindeki rolü yavaşça ve sürekli olarak büyümeye devam ediyor.
33২০১২-এর জানুয়ারিতে আন্তর্জাতিক সম্পর্ক শাখায় সোশ্যাল মিডিয়া এবং ওয়েব ২. ০ কিভাবে প্রভাব ফেলছে সেটার ওপর একটি জরিপ প্রকাশ করে ফরেন পলিসি ম্যাগাজিন।_____________________________________________________________________________________________ Bu gönderinin İngilizce, İspanyolca, Arapça ve Fransızca dillerine çevrimleri Uluslarası Güvenlik Ağı'nın (International Security Network-ISN) katkılarıyla dünya çapındaki uluslararası ilişkiler ve güvenlik konularıyla ilgili vatandaş seslerini ortaya çıkarmak amacıyla sağlanmıştır.
34ড্যানিয়েল ডব্লিউ ড্যাজনার মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকারীদের নিয়ে তার ব্লগে ফলাফলের একটা আকর্ষণীয় খণ্ডচিত্র প্রকাশ করেছেন:
35চূড়ান্ত প্রতিবেদনে ২০টি দেশ থেকে তথ্য নেয়া হয়েছে। এটা পাওয়া যাবে এখানে।Bu yazının orjinali ilk olarak, ISN blogunda yayınlanmıştır, benzer konulara buradan göz atılabilir.
36কিছু উর্ধ্বতন শিক্ষাবিদের আপত্তি থাকলেও আইআর শিক্ষার ক্ষেত্রে সামাজিক মিডিয়ার ভুমিকা বাড়ছে।