# | ben | tur |
---|
1 | মাও-এর চীনের দুটি সংস্করণ: প্রচারণার জন্যে ইতিহাস সংশোধন | Mao Döneminde İki Farklı Çin: Propaganda için Değiştirilen Tarih |
2 | ২৯-৩০শে জানুয়ারী, ২০১৩ শীর্ষ দশ মাইক্রো ব্লগের অন্যতম চীনের সবচেয়ে প্রভাবশালী মাইক্রো ব্লগিং মঞ্চ সিনা ওয়েইবোতে ঐতিহাসিক ছবির একটি সেট রয়েছে যাতে মাও যুগের (১৯৪৯-১৯৭৬) চীনা ইতিহাসের দুটি সংস্করণ দেখানো হয়েছে। | Çin'in en önemli sosyal iletişim sitelerinden olan mikro-blog sitesi Sina Weibo'da, 29-30 Ocak 2013 tarihlerinde, Çin'in Mao Dönemini (1949-1976) [en] iki farklı şekilde anlatan, bazı tarihi fotoğraflar [zh] yayınlandı. |
3 | “ইতিহাস কিভাবে সংশোধন করা হয়েছে?” এই সংক্ষিপ্ত মন্তব্যটিসহ @পঙইয়ং প্রকাশিত কোলাজ আকৃতির মাইক্রো ব্লগটিতে একদিনে ২,২৩৭টি প্রতিক্রিয়াসহ ১৩,৩৬২টি পুন:টুইট হয়েছে। | Kolaj çalışması şeklindeki bu mikro-blog, @Pongyoung tarafından şu sözlerle birlikte yayınlandı: “Tarih nasıl değiştirildi?”, ve bu paylaşım sadece bir gün içinde 13362 kere, 2237 yorumla birlikte tweet edildi. |
4 | প্রথমে ছবিগুলো এবং এদের ব্যাখ্যা ifeng.com (ইফেঙ্গ. কম) এর ইতিহাস চ্যানেলে [চীনা ভাষায়] প্রকাশিত হয়েছিল। | Fotoğraflar ve açıklamalar daha önce ifeng.com adresindeki history channel‘da [zh] yayınlandı. |
5 | আমাদের পাঠকদেরকে চীনা ইতিহাসের দুটি সংস্করণের মধ্যে পার্থক্য দেখতে সাহায্য করার জন্যে আমি কোলাজটি কেটে একটি সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ ১০টি ছবির সেট বানিয়েছি। | Okuyucularımıza yardımcı olabilmek için Çin Tarihinin iki farklı versiyonunu gösteren 10 fotoğraflık bir kolajı kısa açıklamaları ile hazırlayıp kullanıma sundum. |
6 | দ্বিতীয় ছবিটিতে অনুপস্থিত ব্যক্তি চীনা কমিউনিষ্ট পার্টির সাবেক নেতা লি বিয়াও ১৯৭১ সালে মস্কোতে পালানোর ব্যর্থ প্রচেষ্টার পরে একজন বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত হন। | İkinci fotoğraftaki eksik kişinin adı Lin Biao, 1971 yılında Moskova'ya kaçma girişimi başarısız olunca hain olarak damgalanan giyen eski Çin Komünist Parti liderlerinden biri. |
7 | পালানোর সময় তিনি একটি বিমান দুর্ঘটনায় নিহত হন। | Kaçış sırasında uçağı düşünce hayatını kaybetti. |
8 | অনুপস্থিত ব্যক্তিটি বিশিষ্ট চীনা কমিউনিস্ট সামরিক নেতা পেং দেহুয়াই। | Eksik olan kişi Peng Dehuai, Çin Komünist ordusunun önde gelenlerinden biriydi. |
9 | সাংস্কৃতিক বিপ্লবের সময় তিনি অভিযুক্ত হন এবং ১৯৭৪ সালে কারাগারে মারা যান। | Kültür Devrimi sırasında yargılandı ve 1974 yılında hapiste öldü. |
10 | মাও জেডং এবং জোসেফ স্তালিন: ছবি সংশোধনীর মাধ্যমে যুগের দু'জন মহান নেতাকে আলাদা করা হয়েছে। | Fotoğraf dönemin en önemli iki liderini ortaya çıkarmak için değiştirildi, fotoğraftakiler: Mao Zedong ve Joseph Stalin. |
11 | নেতাকে গুরুত্ব দেওয়ার জন্যে অপ্রাসঙ্গিক ব্যক্তিদেরকে মুছে দেওয়া হয়েছে। | Lideri ortaya çıkarmak için fotoğraftaki önemsiz kişiler silinmiş. |
12 | অনুপস্থিত ব্যক্তি পেং ঝেন, একজন প্রাক্তন সিসিপি (চীনা কমিউনিস্ট পার্টি) নেতা। | Eksik olan kişi Peng Zhen, yine eski Çin Komünist Partisi liderlerinden. |
13 | সাংস্কৃতিক বিপ্লবের সময় রাষ্ট্র বিষয়ে সাহিত্যের ভূমিকা নিয়ে মাও-এর দৃষ্টিভঙ্গীর সঙ্গে তার বিরোধিতার কারণে তাকে সরিয়ে ফেলা হয়েছে। | Kültür Devrimi sırasında Mao'nun edebiyat hakkındaki görüşlerine karşı çıktığı için kendisiyle yollar ayrıldı. |
14 | মঞ্চ দেখা যাচ্ছে না বলে ছাতা এবং এদের বহনকারীদের মুছে ফেলা হয়েছে। | Şemsiyeler ve taşıyıcıları sahneden silindi. |
15 | ছবিটি ১৯২৭ সালে বুদ্ধিজীবি এবং লেখকদের একটি দলের মধ্যে তোলা হয়েছিল - ঝৌ জিয়ানরেন, জু গুয়াংপিং, লু জুন (বাম থেকে সামনে) এবং সান জিফু, লিন ইউতাং, সান ফুইউয়ান (বাম থেকে পিছনে)। | 1927 yılında çekilen fotoğrafta dönemin entellektüelleri ve yazarları yer almakta - Zhou Jianren, Xu Guangping, Lu Xun (ön sıra soldan sağa) ve Sun Xifu, Lin Yutang, Sun Fuyuan (arka sıra soldan sağa). |
16 | ১৯৪৯ সালে লিন ইউতাং তাইওয়ানে পালিয়ে যান এবং ১৯৭৭ সালের মার্চে ছবিটি পুন:প্রকাশের সময় লিন ইউতাং এবং সান জিফুকে মুছে দেওয়া হয়েছে। | Lin Yutang 1949 yılında Tayvan'a kaçtı ve 1977 yılında fotoğraf tekrar yayınlandığında Lin Yutang ve Sun Xifu fotoğraftan silinmişti. |
17 | গণমুক্তি বাহিনীর যোদ্ধা লেই ফেংকে মৃত্যুর পর একজন আদর্শ নাগরিক হিসেবে গণ্য করা হয়। | Lei Feng, Çin Halk Kurtuluş ordusu askeri, ölümünden sonra ideal vatandaş olarak resmedildi. |
18 | রাজনৈতিক প্রচারণার চিরসবুজ প্রতীক হিসেবে একটি পাইন গাছকে তার ছবির পটভূমিতে বসিয়ে দেওয়া হয়েছে। | Fotoğrafının arka görüntüsü siyasi propaganda için her zaman yeşillik içinde kalmayı simgeleyen çam ağaçlarıyla değiştirildi. |
19 | মাও-এর যুগে ছবিটি প্রকাশের সময় মাও জেডং এর সঙ্গে ১৯৩৭ সালে রেড আর্মির শিবিরে প্রশিক্ষণ নেওয়া অনেক কমরেড অনুপস্থিত। | 1937 yılında Mao Zedong ile Kızıl Ordu'da yer alan bir çok yoldaş, Mao Dönemi'nde fotoğraf yayınlandığında ortada gözükmüyordu. |
20 | ১৯৮৬ সালে শুধুমাত্র দেং জিয়াও পিং এর যুগে আসল ছবিটি জনসমক্ষে এসেছে। | Fotoğrafın orjinali 1986 yılında Deng Xiaoping döneminde ortaya çıktı. |
21 | অনুপস্থিত ব্যক্তি রেন বিশি একজন প্রাক্তন সিসিপি (চীনা কমিউনিস্ট পার্টি) সামরিক এবং রাজনৈতিক নেতা। | Eksik olan kişinin adı Ren Bishi, Çin Komünist Partisi askeri ve siyasi liderlerinden biri. |
22 | এই ছবিটি ১৯৪০ সালে ঝৌ এনলাই এবং মাও জেডং এর সঙ্গে তোলা। | Fotoğraf Zhou Enlai ve Mao Zedong ile beraber 1940 yılında çekildi. |
23 | চীনা মুক্তিযুদ্ধের সময় তিনি অসুস্থ এবং ইউএসএসআর-এ (সোভিয়েত প্রজাতন্ত্র) হাসপাতালে ভর্তি থাকার জন্যে সমালোচিত হওয়ার কারণে তাকে মুছে ফেলা হয়েছে। | Ren ise Çin'in özgürlük mücadelesi sırasında hasta olduğu ve sovyetlerde tedavi gördüğü için eleştirildi ve fotoğraftan silindi. |