# | ben | tur |
---|
1 | আস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কুৎসিত, আওয়াজ তৈরী করা বায়ুকলের ভক্ত নন। | |
2 | ভিক্টোরীয় যুগের বায়ুকল-সৌজন্যে ইন্ডিগো স্কাই ফটোগ্রাফি। সিসি লাইসেন্স ২. | Avustralya Başbakanı ‘Çirkin, Gürültülü’ Rüzgar Çiftliklerinden Memnun Değil |
3 | ০ জেনেরিক (সিসি বাই-এনসি-এনডি ২. | Victorian rüzgar santrali. |
4 | ০)। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে তার অনেক বিতর্কিত দৃষ্টিভঙ্গির জন্য ধন্যবাদ, যার কারণে স্যোশাল মিডিয়ায় প্রায়শ তাকে বিদ্রূপ করা হয়। | Saygıyla - Flickr kullanıcısı Indigo Skies Fotoğrafçılık CC License 2.0 Generic (CC BY-NC-ND 2.0) Tartışma yaratan görüşleri yüzünden Avustralya Başbakanı sosyal medyada sıkça alay konusu oldu. |
5 | ১১ জুন ২০১১ তারিখে তিনি বায়ুকলকে দেখতে আজব এবং শব্দ সৃষ্টিকারী হিসেবে বর্ণনা করেন যা একই সাথে বিদ্রূপ এবং ক্ষোভের সৃষ্টি করে। | 11 Haziran 2015, Tony Abbott'un rüzgar çiftlikleri hakkında “görsel olarak berbat olduğu kadar gürültülü de olduğu” tanımlaması alay ve hakareti beraberinde getirdi. |
6 | রসওয়েল নাম ব্যবহারকারী এক ব্লগার অস্ট্রেলিয়ান ইন্ডিপেনডেন্ট মিডিয়া নেটওয়ার্ক দ্রুত এই বিষয়ে সাড়া প্রদান করে : | Roswell adında bir blog yazarı Avustralya Bağımsız Medya Ağı ‘na hemen yanıt verdi: |
7 | বায়ুকলগুলো কি আসলে আওয়াজ সৃষ্টি করে? | Rüzgar çiftlikleri gürültülü mü? |
8 | টনি এ্যাবোট মনে করে সেগুলো তা করে। | Tony Abbott öyle olduğunu düşünüyor. |
9 | আর যদি টনি এ্যাবোট মনে করে সেগুলো আওয়াজ তৈরী করে, তাহলে দেশের প্রতিটি ডান পন্থী এ্যাবোটের এই মন্তব্যকে বৈজ্ঞানিক হিসেবে প্রমাণিত করার চেষ্টা করবে যা আপনার কানের পর্দা ফাটিয়ে দেবে যদি আপনি এই দুটি বাজে শব্দের মাধ্যমে কিছু করার মত ঝুঁকি গ্রহণ করেন। | Ve eğer Tony Abbott gürültülü olduklarını düşünüyorsa bence ülkedeki bütün sağ görüşlüler de Abbott'un düşüncesiyle birlikte, “eğer kulak zarları iki ‘berbat' şeyin arasında kalırsa patlayabilir” düşüncesini bilimsel bir kanıt olarak kullanacaklardır. |
10 | এ্যাবোট অস্ট্রেলিয়ার নবায়ন যোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা ছাঁটাই করতে ইচ্ছুক এবং বায়ুকল নিয়ে তার মন্তব্যের কারণে নবায়ন যোগ্য জ্বালানীর যারা সমর্থক, তারা টুইটারে তাঁর বেশী সমালোচনা করেছে: | Abbott Avustralya'nın Yenilenebilir Enerji Hedefi'ni yıkmaya hevesli ve rüzgar çiftlikleri hakkındaki yorumu, Twitter'da yenilenebilir enerjiyi destekleyenler tarafından eleştiriler aldı: Sen hiç kömür madeni gördün mü @TonyAbbottMHR? |
11 | প্রধানমন্ত্রী, আপনি কি কখনো কয়লা দিয়ে উৎপাদিত বিদ্যুৎ কেন্দ্রগুলো দেখেছেন, এগুলো দেখতে দারুণ দৃষ্টিকটু। | İşte ben buna ‘görsel olarak berbat' derim. Rüzgâr çiftlikleri hiç de berbat değil. |
12 | বায়ুকল গুলো তার ধারে কাছেও আসে না। | İnsanlar daha fazla rüzgar çiftliği istiyor. |
13 | মানবেরা আরো বায়ুকল চায়। | Diğer taraftan Tony Abbott ise… |
14 | টনি এ্যাবোট চায় তার উল্টোটা। | Aynı gün, Bay Abbott Sidney'de bir terörizm zirvesi yaptı. |
15 | একই দিনে মিঃ এ্যাবোট সিডনিতে এক সন্ত্রাসবিরোধী সম্মেলনের উদ্বোধন করেছিল। | Birçok insan hemen internette şu iki şeyi paylaştı : |
16 | অনেক ব্যক্তি ইন্টারনেটে দ্রুত এই দুই বিষয়ের মধ্যে সম্পর্ক জুড়ে দেয়: | [Görüntü: Abbott terör zirvesini IŞİD'in basit bir mesaj ortaya çıkaracağı konusunda uyararak açtı: Boyun eğ ya da öl] |
17 | এই বিষয়টি মজার কারণ এ্যাবোটের পরিবেশ, উদ্বাস্তু এবং সামাজিক রাজনীতির মাঝে “ জমা দাও এবং মেরে ফেল” হচ্ছে মূল। | Bu komik çünkü ‘kabullen ve öl' Abbott'un çevre, sığınma ve sosyal politikalarının temel özelliği. |
18 | বায়ুকল আসিতেছে | Türbinler yaklaşıyor. |
19 | কয়লার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সাথে তুলনাও বেশ জনপ্রিয়: | Nükleer güç istasyonlarıyla kıyaslamalar da bir o kadar popülerdi: |
20 | প্রধানমন্ত্রী টনি এ্যাবোটের মতে বায়ুকল দেখতে বাজে এবং এগুলো আওয়াজ তৈরী করে…তুলনায় কয়লার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাতাসে সালফার-ডাই-অক্সাইড এবং কার্বন-ডাই- অক্সাইড পারদ ও আর্সেনিক নির্গমন করে। | Bitkileri katleden SO2 CO2 civa ve arsenik salgılayan nükleer enerjiyle kıyaslandığında rüzgar santralleri “görsel olarak berbat” ve “gürültülü” öyle mi? |
21 | TonyAbbott doesn't like #windfarms visually awful ?? Hey but coal is good ? | Rüzgar çiftlikleri görsel olarak berbat mı ? |
22 | #abbottoutoftouch #auspol pic.twitter.com/0ieF8S1jJU - amjulie (@amjemmo) June 11, 2015 | Ee peki kömür madenleri güzel mi? |
23 | টবি এ্যাবোট দেখতে বাজে বায়ুকল পছন্দ করেন না? কিন্তু কয়লার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভাল? | Bir Senato Komitesi yenilenebilir enerji kaynağı olarak rüzgâr çiftliklerine bakıyor. |
24 | এক সিনেট কমিটি সম্প্রতি নবায়ন যোগ্য জ্বালানী শক্তির উৎস হিসেবে বায়ুকলের সম্ভাবনা যাচাই করছে। | Gaetan Burgio The Conversation‘da yayınlanan, rüzgar çiftlikleri bilimini konu alan bir eseri önerdi. |
25 | গায়েটান বুর্জিও নামক এক ব্যক্তি দি কনভার্সেশন প্রকাশিত এক প্রবন্ধ পাঠের পরামর্শ প্রদান করেছে, বৈজ্ঞানিক দিক যা বায়ুকল নিয়ে। | |
26 | এখানে এই বিষয়ে কিছু ব্যাখ্যা করে হয়েছে। বায়ুকলের আওয়াজ তৈরী, ইনফ্রাসাউন্ড (যে শব্দ মানুষের কানে ধরা পড়ে না) এবং এর স্বাস্থ্যগত বিষয়ে প্রকৃত বৈজ্ঞানিক আলোচনা। | Burada bazı açıklamalar var. Rüzgar çiftlikleri hakkında gerçek bilim, gürültü, ses ötesi ve sağlık. |
27 | তবে প্রধানমন্ত্রীর একদল বর্ণীল সমর্থক রয়েছে। লিবারেল ডেমোক্রেটিক সেনেটর ডেভিড লেওনহেজলাম সাম্প্রতিক এই বিষয়ে তার মন্তব্য তুলে ধরেছে: | Başbakanın çeşitli destekçileri var. Liberal Demokrat Senatör David Leyonhjelm sonunda konuya ses getirdi: |
28 | ডেভিড লেওনহেজলাম এক বায়ুকল তদন্ত কমিটির দপ্তরের বাইরে আয়োজিত বিদ্রূপাত্মক বিক্ষোভ দলের হয়ে শপথ গ্রহণ করেছে। | David Leyonhjelm yergici protesto grubunun rüzgar çiftlikleri anketine küfretti. |
29 | দারুণ কাজ। | Mükemmel iş. |
30 | ভাই সকল, তিনি একজন সংসদ সদস্য। | O, halkın bir senatörü. |
31 | লিজ কনর নামক অন্যতম এক প্রতিবাদকারী নিউ ম্যাটিলডা'র মাধ্যমে অনলাইনে এর জবাব দিয়েছেন: | Protestoculardan biri olan Liz Conor, New Matilda‘da online olarak tepki verdi: |
32 | লেওনহেজলাম-এর আক্রমণঃ কখন এবং কি ভাবে সংদস সদস্য আমাকে বলছে গোল্লায় যাও। | |
33 | অন্যেরা এই বিষয়ে উদ্বিগ্ন যে অস্ট্রেলিয়ার রাষ্ট্র প্রধান দেশটির বিকল্প জ্বালানি নিয়ে কাজ করার আন্তর্জাতিক প্রচেষ্টাকে নিন্দা জানিয়ে বিদেশে দেশটির সুনাম ক্ষুন্ন করছেন: | Leyonhjelm'in Saldırısı: Senatör Bana Nasıl Ve Neden *** Git Dedi: Dr. Liz Conor Salı günü bir protestoya katıldı… http://t.co/idlFBmWkwD Bazıları Avustralya başbakanının alternatif enerjiyi destekleyen uluslararası çabaları küçümseyerek ülkenin saygınlığına zarar verdiğini düşünüyorlar: |
34 | এ্যাবোট কি উপলদ্ধি করতে পারছে যে, বায়ুকল নিয়ে তার মন্তব্যে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা আন্তর্জাতিক সম্প্রদায় তাকে বলছে গোল্লায় যাও। | Abbott rüzgâr çiftlikleri hakkında yaptığı yorumlar ile İklim Değişikliği Hareketi Uluslararası Topluluğu'na aşağı yukarı “*** oradan” diyor. |