Sentence alignment for gv-ben-20150624-49325.xml (html) - gv-tur-20150606-1725.xml (html)

#bentur
1জাপানের কোচিনেরাবু-জিমা দ্বীপের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের বিহ্বল করা ছবি
2কোচিনেরাবু-জিমার শিনডেক পর্বতের অগ্নুৎপাতের প্রত্যক্ষদর্শীর তোলা ছবি।Japonya'nın Kuchinoerabu-jima Adasındaki Volkanik Patlamadan Nefes Kesen Görüntüler
3ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া। কোচিনেরাবু-জিমা জাপানের একটি বিচ্ছিন্ন দ্বীপ।Shindake Dağı Kuchinoerabu-jima'ya doğru patlarken bir görgü tanığının çektiği görüntüler.
4আর এই দ্বীপেই শিনডেক পর্বতের অবস্থান।JİJİ Press‘ten alınan YouTube görüntüsü.
5গত ২৮ মে হঠাৎ করেই এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। অগ্নুৎপাতের ফলে দ্বীপের ১৩৭ জন বাসিন্দা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান।Issız Japon adası Kuchinoerabu-jima'daki Shindake Dağı hiçbir uyarı vermeden 28 Mayıs günü aniden patladı ve orada yaşayan 137 ada sakininin tahliye edilmesine neden oldu.
6অধিবাসীরা খুব দ্রুত দ্বীপ ছেড়ে চলে যাওয়ায় অগ্নুৎপাতের ছবি তুলতে পারেননি।Ada sakinleri, sosyal medyaya yükleyecek fotoğraf çekmek bir yana, eşyalarını bile toplayacak zaman kalmadan adadan ayrıldılar.
7তবে অগ্নুৎপাত শুরুর দিকের অল্প কিছু ছবি তুলতে পেরেছিলেন। সেগুলোই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।Fakat bir çocuk patlama anının harika bir videosunu çekti ve görüntüler sonradan Japonya'nın büyük online gazetelerinden biri olan JiJi tarafından alındı:
8তবে একজন ছেলে অগ্নুৎপাতের ঘটনা ভিডিও করতে সক্ষম হয়েছেন। সেই ভিডিও জাপানের মূলধারার অন্যতম সংবাদ ওয়েবসাইট জিজি-তে আপলোড করা হয়েছে।Video açıklaması: Bu video çekilmeden hemen önce yer sallandı ve gökyüzü çocuğun annesinin çığlığıyla birlikte külle kaplandı.
9ভিডিও ক্যাপশন: ভিডিও করার ঠিক আগ মুহূর্তে, পৃথিবী গর্জে ওঠে, আকাশ ছাই-মেঘে ভরে যায়।
10আর ছেলেটির মায়ের চিৎকার শোনা যায়।Patlama, çocuk çekime başlamadan hemen önce başladı.
11ছেলেটি ভিডিও শুরু করার মাত্র কয়েক সেকেন্ড আগে অগ্নুৎপাত শুরু হয়।Video boyunca çocuk, korkan annesine çamaşırları boş vermesini söyleyerek acele ettirmeye çalışıyor.
12ভিডিও-তে শোনা যায়, ছেলেটি তার ভীতসন্ত্রস্ত মাকে লন্ড্রির জামাকাপড়র কথা ভুলে গিয়ে তাড়াতাড়ি নিরাপদ আশ্রয়ে যেতে বলছে।
13অগ্নুৎপাতের তীব্রতা এতো বেশি ছিল যে, দ্বীপের বেশিরভাগ বাসিন্দা জামাকাপড় ছাড়া আর বেশি কিছু নিয়ে যেতে পারেননি:Patlamanın şiddeti, birçok ada sakininin sırtlarındaki kıyafetten başka birşey alacak vakti olmadan kaçmalarına neden oldu:
14মাইনিচি সংবাদের ফুটেজ থেকে: পাখির চোখে দেখা কোচিনেরাবু-জিমা: নতুন অগ্নুৎপাত শুরু হয়েছে। অগ্নুৎপাতের ভয় সবার মধ্যে ঢুকে পড়েছে।Mainichi News'ten görüntüler: Kuchinoerabu-jima adasından gökyüzünün görünümü: Yeni patlama-Mainichi News http://t.co/rHClcXK8Wb Yeni bir patlama korkusuyla vatandaşlar tahliye edildi.
15বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যাচ্ছে।Fotoğraflar Mainichi News helikopterinden çekildi.
16মাইনিচির সংবাদ সংস্থার হেলিকপ্টার থেকে ছবি নেয়া হয়েছে (ভিডিও আছে)।Kuchinoberu-jima halkının evine ne zaman döneceği veya dönüp dönemeyeceği hâlâ kesin değil:
17এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, কোচিনেরাবু-জিমার বাসিন্দারা কবে তাদের বাসায় ফিরতে পারবেন।
18কোচিনেরাবুর অগ্নুৎপাত: দ্বীপের বাসিন্দাদের এক বছরের বেশিও বাইরে থাকতে হতে পারে।Kuchinoerabu'da patlama: Sakinlerin geri dönmesi bir yıl kadar sürebilir; ada şimdilik inek ve patateslere kalmış durumda.
19দ্বীপটি এখন গরু ও আলুর আবাস হয়ে গেছে।Halkın ada için endişesi artmaya başladı.
20বাসিন্দারা কবে বাড়ি ফিরতে পারবেন, তা আল্লায় জানে।Volkanik patlama sırasında çekilen bazı fantastik görüntüler sosyal medyada da paylaşıldı.
21আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কিছু বিহ্বল করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
22কোচিনেরাবুর অগ্নুৎপাত।Kuchinoerabu patlaması.
23স্যাটেলাইট থেকে পাওয়া কোচিনেরাবুর অগ্নুৎপাতের ছাইয়ের চিহ্ন।Kuchinoerabu volkanik kül bulutu uydu görüntüsü.
24কাগোশিমারি উত্তর-পূর্ব অধিবাসীদের সৌভাগ্য যে, বাতাস কিউশু মেইনল্যান্ড থেকে অগ্নুৎপাতের ছাইকে দূরে পাঠিয়ে দিচ্ছে:Kuzeydoğu Kaoshima bölgesinin halkı şanslı, tam o sırada hakim olan rüzgar, kül bulutunu Kyushu ana karasından uzaklaştırdı.
25জাপানের আবহাওয়া দফতরের তথ্য থেকে জানা গেছে, কোচিনেরাবু-জিমার অগ্নুৎপাতের ছাই বাতাসে দক্ষিণ-পশ্চিমে চলে যাচ্ছে।Volkanik patlamadan sonra Japon Meteoroloji Ajansı‘nın yayınladığı bilgiye göre, yanardağdan çıkan küller güçlü rüzgarlarla güneybatıya taşınacak.
26কিউশু আগ্নেয়গিরিতে যেকোনো সময় অগ্নুৎপাত ঘটতে পারে। এগুলো এখনো সক্রিয়।Kyushu volkanlarının bir kısmı her an patlamaya hazır ya da aktif durumda.
27নিচের টুইটটি একবছর আগের। এখানে কোচিনেরাবু-জিমার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঝুঁকি দেখানো হয়েছে:Yaklaşık bir yıl önce paylaşılan bu tweet Kuchinoerabu-jima volkanın patlama riski olduğunu belirtmişti:
28[ছবি ও চার্ট-এ উপর থেকে নিচে] কিউশু আগ্নেয়গিরি সক্রিয়তা:[Fotoğrafta yukarıdan aşağı doğru olan çizelge] Kyushu volkanik faaliyetleri
29কিজু (সবুজ) আনজেন (সবুজ) আসো (হলুদ) কিরিশিমা (হলুদ) সাকুরাজিমা (লাল) সাতসুমা ইয়োজিমা (সবুজ) কোচিনোরাবু (লাল) সুয়ানোজ (হলুদ)
30আগ্নেয়গিরির সক্রিয়তা: ৩= লাল, ২= হলুদ, ১= সবুজVolkanik faaliyetler:3 = Kırmızı, 2 = Sarı, 1 = Yeşil
31কাগোশিমার সাকুরাজিমা এবং কোচিনোরাবু সক্রিয় আগ্নেয়গিরির তালিকায় রয়েছে।Sakurajima (Kogoshima) ve Kuchinoerabu da aktif volkanlar listesine eklendi.
32২০০০ সালের পর থেকে সাকুরাজিমা আগ্নেয়গিরির সক্রিয়তা বাড়ছে। এবং গত চার বছরের মধ্যে ৮০০ বারের বেশি অগ্নুৎপাত ঘটেছে।Sakurajima volkanı 2000 yılından beri artış gösteren patlamalara maruz kalıyor ve son beş yılda 800 seferden fazla patlama meydana geldi.
33সারাবিশ্বের মধ্যে জাপানের কোচিনেরাবু-জিমা দ্বীপের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনাই সর্বসাম্প্রতিক।
34তবে কিউশু দ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তের কাগোশিমা শহরের সাকুরাজিমা আগ্নেয়গিরি থেকে নিয়মিতভাবে অগ্নুৎপাতের ঘটনা ঘটে।
35পাশের শহরের বাসিন্দারা দিগন্ত সীমায় প্রায়ই এর দেখা পান। কোচিনেরাবুর অগ্নুৎপাতের কয়েক সপ্তাহ আগে এখানে একদফা অগ্নুৎপাতের ঘটনা ঘটে।Kuchinoerabu-jima adasındaki Shindake Dağı Dünya çapında son zamanlarda en büyük ilginin gösterildiği yanardağ iken, Kyushu adasının güneybatı ucunda bulunan şehir Kagoshima da şehri örten yanardağ Sakurajima'nın patlamalarına maruz kalıyor.
36আর এই অগ্নুৎপাতের ছাই এখনো শহর জুড়ে ছড়িয়ে রয়েছে।Bu hafta Kuchinoerabu'da meydana gelen bir dizi patlama şehri külle kapladı.
37সাকুরাজিমা অগ্নুৎপাত।Sakurajima patlıyor.
38আজ রাতে একে ঠিক এমন দেখাচ্ছিল।Bu da bu akşamki görünümü.
39m(_ _)m কোচিনেরাবু-জিমা দ্বীপের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।Kuchinoberu-jima sakinleri tahliye edilmiş olsa bile Sakurajima Dağı, Kagoshima sokaklarını külle kapladı:
40আর কাগোশিমার রাস্তায় সাকুরাজিমার ছাইয়ের আস্তরণ পড়ে রয়েছে:
41আমি যখন বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন দেখলাম আমার গাড়ি আগ্নেয়গিরির ছাইয়ে ডুবে আছে।
42বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী টুইট করেছে:Eve gitmeye hazırlanırken tekerleklerin volkan küllerine gömüldüğünü farkettim.
43দেখুন আমাদের ক্যাম্পাসের অবস্থা কেমন হয়েছে।Bu üniversite öğrencisi şöyle tweet attı:
44সাকুরাজিমার অগ্নুৎপাতের ছাইকে ধন্যবাদ।Sakurajima Dağı'ndan çıkan küllerle kaplanan kampüsün görüntüsü.
45সাকুরাজিমার অগ্নুৎপাত স্থানীয় বাসিন্দাদের বিড়ম্বনার কারণ হলেও কাগোশিমার পর্যটকদের কাছে এটা একটি দর্শনীয় বস্তু:
46গতকাল আমরা কিনকো হাইল্যান্ড হোটেলে ছিলাম। আমাদের বাইরে গোসল সারতে হয়েছে।Sakurajima'nın patlamaları halk için büyük sıkıntı olabilir, Kagoshima'yı ziyaret edenler için muhteşem bir deneyim:
47সাকুরাজিমার অগ্নুৎপাতের ছাইয়ে আকাশ উত্তাল ছিল।Kinko Highlands Otel‘de geçirdiğimiz son gecede dışarıdaki havuza daldık.
48গোসল করার মতো কোনো জায়গা ছিল না।Sakurajima'dan kül bulutları yükseliyordu.
49আশা করি, আমরা ছবি তোলায় কেউ মনক্ষুণ্ন হবেন না। *^^*)Havuzda kimse olmadığı için kimsenin fotoğraf çekmemize bir şey demeyeceğinden eminim.
50সাকুরাজিমার বিস্ফোরণ নতুন কোনো ঘটনা নয়।Sakurajima'nın patlama şiddeti yeni bir deneyim değildi.
51সুনামি এবং শত শত মানুষ হত্যা ছাড়াও ১৯১৪ সালে একটি ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনা ঘটে। যা কাগোশিমা এলাকার মানচিত্রই পাল্টে দেয়।Tsunami meydana getirmesi ve yüzlerce kişinin ölümüne neden olmasının yanı sıra, 1914'te meydana gelen büyük bir patlama, Sakurajima ve volkanı ile Kagoshima ve Kyushu anakarasını birleştirerek Kagoshima Koyu'nu oluşturdu.
52কারণ এই বিস্ফোরণে একটি উপদ্বীপেরও সৃষ্টি হয়: ১৯১৪ সালের সাকুরাজিমা অগ্নুৎপাত।Tarihin en büyük patlamalarından biri, 1914 Sakurajima Patlaması.
53আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম অগ্নুৎপাতের ঘটনা।