# | ben | tur |
---|
1 | ভূমিকম্পের আগে ও পরের ছবিতে ফুটে উঠলো নেপালের ঐতিহ্যবাহী স্থানগুলোর প্রকৃত অবস্থা | Nepal'in Miras Sit Alanlarının Deprem Öncesi ve Sonrası Hâlleri |
2 | ভূমিকম্পের পরে ঐতিহাসিক স্থাপনা কাঠমান্ডু দরবার স্কয়ার। | Deprem sonrası Katmandu Durbar Yapıları'ndaki tarihi anıtlar. |
3 | ছবি তুলে অজয়া মনন্ধর। | Görüntü: Ajaya Manandhar. |
4 | স্বত্ত্ব: ডেমোটিক্স (২৫/৪/২০১৫)। | Telif Hakkı: Demotix (25/4/2015) |
5 | গত ২৫ এপ্রিল ২০১৫ নেপালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। | 25 Nisan günü Nepal'e vuran deprem 7,000 hayat aldı ve iki katı kadar insanı yaraladı. |
6 | আহত হয়েছেন এর দ্বিগুণেরও বেশি। তবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৮ মিলিয়ন। | En az 2 milyonu evinden olan toplamda 8 milyon kadar insan zarar gördü. |
7 | এদের মধ্যে কমপক্ষে ২ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভূমিকম্পে শুরু মানুষ মারা যায়নি কিংবা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। | Deprem, ölümler ve milyarları bulan mülk hasarlarının yanısıra, birçoğu Dünya Miras Sit Alanı olan dünyaca ünlü eserleri de harap etti. |
8 | নেপালের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে। এরমধ্যে কয়েকটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। | UNESCO Başkanı Irina Bokova, Associated Press'e, Nepal'in kendine özgü Hinduizm ve Budizm harmanının yıkımını görmenin “içler acısı” olduğunu belirtti. |
9 | বার্তা সংস্থা এপি'র সাথে সাক্ষাৎকারে ইউনেস্কোর প্রধান আইরিনা বোকোভা বলেছেন, নেপালের ধ্বংসস্তুপ দেখে হৃদয় ভেঙ্গে যাচ্ছে। | |
10 | এগুলো সবই হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির অংশ ছিল। | Sosyal medya kullanıcıları başlıca anıtların ve önemli sit alanlarının önce-sonra görüntüleri paylaştılar. |
11 | এইসব ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আগে ও পরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা পোস্ট করেছেন। | |
12 | কাঠমান্ডু ভ্যালিতে তিনটি দরবার স্কয়ার ছিল। এগুলো হলো কাঠমান্ডু দরবার স্কয়ার, পাটান দরবার স্কয়ার এবং ভক্তপুর দরবার স্কয়ার। | Katmandu Vadisi'ndeki üç durbar yapısının -Kathmandu Durbar Yapısı, Patan Durbar Yapısı ve Bhaktapur Durbar Yapısı- gördüğü hasar restorasyonun yıllar süreceği bir boyutta. |
13 | সবগুলোরই ব্যাপক ক্ষতি হয়েছে। | Bu benim içimi acıtıyor. |
14 | প্রাচীন এই মন্দিরগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনতে বছরখানেকও বেশি সময় লাগবে। | Basantapur Durbar Yapısı, Nepal'in tarihi yerlerinden birisi, önce ve sonra. |
15 | এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। | ÖNCE/SONRA: Kral Yoga Narendra Malla, Patan Durbar Yapısı |
16 | নেপালের ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি বসন্তপুর দরবার স্কয়ার। | Depremden önce ve sonrasında #Nepal‘in Bhaktapur'daki tapınaklarından birisi. |
17 | আগে ও পরের ছবি দেখা যাচ্ছে। | İlk fotoğraf iki hafta önce çekilmişti. |
18 | BEFORE/AFTER: King Yoga Narendra Malla, Patan Durbar Square #NepalEarthquake #Nepal #Peace pic.twitter.com/BJ8Exx3gJK - JigmeUgen (@JigmeUgen) April 25, 2015 | Bhimsen Kulesi olarak da bilinen Dharahara, Nepal'in ilk başbakanı Bhimsen Thapa tarafından inşa edilmişti. |
19 | আগে/পরে: রাজা যোগ নরেন্দ্র মল্ল, পাটান দরবার স্কয়ার #নেপালভূমিকম্প #নেপাল #শান্তি | |
20 | নেপালের ভক্তপুরের একটি মন্দির। ভূমিকম্পের আগে ও পরের অবস্থা। | Bir zamanlar 13 katlı minare olan kule, 1934'te depremde yıkılmıştı. |
21 | প্রথম ছবিটি মাত্র দু'সপ্তাহ আগে নেয়া। | |
22 | ভীমসেন টাওয়ার নামে পরিচিত ধারাহারা নেপালের প্রথম প্রধানমন্ত্রী ভীমসেন থাপা নির্মাণ করেছিলেন। | |
23 | এটি আগে তের তলা মিনার বিশিষ্ট ছিল। ১৯৩৪ সালের ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে যায়। | 9 katlı bir kule olarak tekrar inşa edildi, geçen ay yaşanan depremde yıkıldı: |
24 | পরে এটি নয়তলা টাওয়ার করে বানানো হয়েছিল। | Diğer önce-sonra fotoğrafı yanlıştı ama bu değil. |
25 | কিন্তু এবারের ভূমিকম্পে সেটিও ধ্বংস হয়ে গেছে। | Dharhara Kulesi: önce, sonra, önce, sonra #NepalQuake |
26 | ধারাহারা টাওয়ার: আগে পরে আগে পরে। #নেপালকোয়েক। | Yabancıların Maymun Tapınağı olarak bildiği Swayambhunath da hasar gördü: |
27 | বিদেশিদের কাছে স্বয়ম্ভুনাথের পরিচিত বানর মন্দির (মাঙ্কি টেম্পল) নামে। | |
28 | এই মন্দিরও ধ্বংস হয়েছে। ধ্বংসপ্রাপ্ত মন্দিরের পাশ দিয়ে একজন ভিক্ষু হেঁটে যাচ্ছেন। | UNESCO Dünya Miras Sit Alanı olan Swoyambhunath Stupa'da bir keşiş yıkık manastır ve türbelerin arasında yürüyor. |
29 | স্বয়ম্ভুনাথ ইউনেস্কোর বিশ্ব ঐহিত্যের অংশ। | Maymun Tapınağı olarak da bilinen Swoyambhunath'ın muteşem görüntüsü. |
30 | স্বয়ম্ভুনাথের দর্শনীয় দৃশ্য। এটি মাঙ্কি টেম্পল নামেরও পরিচিত। | Bagmati Nehri yakasındaki en güzel tapınaklardan biri olan Kalmochan Tapınağı yerle bir oldu: |
31 | বাগমাটি নদীর তীরে অবস্থিত সুন্দর মন্দিরগুলোর একটি হলো কালমোচন মন্দির। | |
32 | এটিও মাটিতে মিশে গেছে। | #Kathmandu, #Nepal‘deki Kalmochan. |
33 | নেপালের কাঠমান্ডু'র কালমোচন। | Favorilerimden biri. |
34 | এটি আমার খুব পছন্দের একটি মন্দির ছিল। | Günaydın |
35 | শুভ সকাল #হ্যালোমানডে #টেম্পল #আর্কিটেকচার #ভিজিটনেপাল | |
36 | থাপাথালি শহরে মুঘল শৈলীতে নির্মাণ করা হয়েছিল কালমোচন মন্দির। | |
37 | জং বাহাদুর এটি নির্মাণ করেছিলেন। সেখানে এখন শুধুমাত্র গরুড় পাহারায় আছে। | Thapathali'deki Jang Bahadur tarafından Babür stili inşa edilen Kalmochan Tapınağı yıkıldı, sadece Garuda ayakta. |
38 | ষষ্ঠী ব্রতকথা'র তীর্থযাত্রীদের মাঝে সানখু এলাকা বেশ জনপ্রিয় ছিল। | |
39 | এখানে ব্যাপক ক্ষতি হয়েছে। নেপালে থাকার সময়ে আমি সানখুতে বাস করেছিলাম। | Swasthani Bratakatha hacıları arasında ünlü eski bir yerleşim yeri olan Sankhu da büyük kayıp gördü. |
40 | ভূমিকম্প এখানে ব্যাপক ক্ষতি করেছে। | #Nepal‘de yaşadığım yer #Sankhu idi. |
41 | আগে ও পরের ছবি দেখে আমি দু:খে মারা যাচ্ছি। | Depremin acısını o da çekti, üzücü, önce ve sonra. |
42 | কাঠমান্ডু ভ্যালির কয়েক কিলোমিটার দূরে চাঙ্গু নারায়ণ মন্দির অবস্থিত। এটিও জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। | Katmandu Vadisi'nin birkaç kilometre ötesindeki Dünya Miras Sit Alanı, Changu Narayan Tapınağı çevresindeki alan da büyük hasar gördü. |
43 | এখানেও ব্যাপক ক্ষতি হয়েছে। #changunarayan I so wanna be there . look it is so beautiful. | #changunarayan, o kadar orada olmak istiyorum ki. |
44 | #Nepalquake ruins it pic.twitter.com/u0iaMEeZ7Z | Bakın nasıl güzel. |
45 | - Sandesh Byanjankar (@DesanBenz) May 2, 2015 | Deprem mahvetti. |
46 | #চাঙ্গুনারায়ণ আমি তোমার কাছে যেতে চাই। | |
47 | তোমার সৌন্দর্য তুলনাহীনা। #নেপালেরভূমিকম্প এটি ধ্বংস করে দিয়ে গেছে। | Changunarayan biraz hasarla ayakta duruyor, ama bir hayli hasar aldı. |
48 | চাঙ্গু নারায়ণের কিছু অংশ এখনো দাঁড়িয়ে আছে। | |
49 | তবে এর প্রাঙ্গনে ব্যাপক ক্ষতি হয়েছে। | Restorasyon gerek. |
50 | এখন এটির পুনর্নির্মাণ দরকার। #নেপালেরভূমিকম্প | Nawar Kültürü açık müzesi Khokana geniş çaplı yıkım geçirdi. |
51 | নেয়ার (Newar) সংস্কৃতির উন্মুক্ত জাদুঘর হলো খোকানা অঞ্চল, এখানকার বিস্তৃত এলাকার ক্ষয়ক্ষতির ছবি দেখিয়েছেন। | |
52 | অপরূপ নেপাল! | Güzel Nepal! |
53 | আজকে সকালে খোকানা থেকে তোলা! | Bu sabah Khokana'ya tıkladım! |
54 | নেপালের খোকানার ধ্বংসস্তুপ থেকে সামীর ছাগলের দু'টি বাচ্চা নিয়ে ফিরছেন। | Sameer iki yavru keçisini Khokana #Nepal‘deki yıkık mahallesinde taşıyor. |
55 | #নেপালকোয়েক বাঙ্গামাটির প্রাচীন স্থাপনাগুলোতেও ভূমিকম্প আঘাত হেনেছে। | Eski bir Newar yerleşim yeri olan Bungamati de zarar gördü. |
56 | হৃদয় বিদারক ঘটনা! | İçler Acısı! |
57 | বাঙ্গামাটি মন্দির: আগে ও পরের ছবি। | Bungmati Tapınağı: Önce ve Sonra |
58 | #নেপালআর্থকোয়েক #নেপালকোয়েক কাঠমান্ডু ভ্যালির কাছে হিমালয়ের কোলে ল্যাংট্যাং গ্রামের অবস্থান। | Katmandu Vadisi'nde Himalayalar'ın eteklerine en yakın yer ve doğa yürüyüşçülerinin gözde mekânlarından birisi olan Langtang Köyü deprem sonrası oluşan bir çığ sonrası tamamen yıkıldı. |
59 | এই জায়গাটা পর্বতারোহীদের খুব প্রিয়। | 25 Nisan depremi öncesi ve sonrası Langtang Köyü |
60 | ভূমিকম্পে জায়গাটা একদম ধ্বংস হয়ে গেছে। | Gorkha bölgesindeki güzel küçük bir köy olan Barpak depremin dış merkeziydi. |
61 | ২৫ এপ্রিল ভূমিকম্পের আগে ও পরে নেপালের ল্যাংট্যাং গ্রাম: গোর্খা শহরের খুব সুন্দর একটি জায়গা হলো বারপাক। | İngiliz, Hint ve Nepal ordularına yaptıkları yiğitlik ve hizmetleriyle bilinen Ghale halkının evi olan köy, tamamen yıkıldı. |
62 | এই গ্রামটিই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। | Deprem sonrası yıkımını düşününce #Barpak‘ın eski fotoğraflarını görmek iç burkuyor. |
63 | ব্রিটিশ, ভারতীয় এবং নেপাল সেনাবাহিনীতে কাজের জন্য এখানকার মানুষদের বেশ সুনাম ছিল। | |
64 | গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। | Deprem, Nepal'de izi silinmeyecek bir yara açtı. |
65 | বারপাকের পুরোনো ছবি থেকে বুকের ভিতরে মোচড় দিয়ে উঠলো। | Ayakta kalanı elde tutmak için profesyonel donanım ve profesyonel vasıflı insan gerekecek. |
66 | ভূমিকম্প একে ধ্বংস করে দিয়েছে। ভূমিকম্প নেপালে ব্যাপক ক্ষতচিহ্ন রেখে গেছে। | Yıkım ve tahripe rağmen, Nepalliler tarihi anıtları ve sit alanlarını yeniden inşa etmek için umutlarını yitirmediler. |
67 | যেগুলো বেঁচে গেছে, সেগুলো সংরক্ষণ করতে এখন দরকার বিশেষ দক্ষতাসম্পন্ন মানুষ। | |
68 | তবে এই ব্যাপক ধ্বংসযজ্ঞ সত্ত্বেও, নেপালের মানুষ আশা হারায়নি। | |
69 | তারা একদিন ঠিকই এই ঐতিহাসিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ করতে সক্ষম হবে। | |
70 | শশী রাজ পান্ডে টুইট করেছেন: | Örneğin Shashi Raj Pandey, tweetledi: |
71 | নেপালের মানুষের মধ্যে বিপুল আশার উপস্থিতি দেখতে পাচ্ছি। | |
72 | ধ্বংসযজ্ঞের ভেতরেও পুনর্নির্মাণের স্বপ্ন দেখছে তারা। #নেপালকোয়েক | İnsanlarda sağlam bir umut varlığı ve yeniden inşa etmek için mezara gömülen hayâllerden dönmenin çaresizliği var. |