Sentence alignment for gv-ben-20150522-48700.xml (html) - gv-tur-20150512-1371.xml (html)

#bentur
1‘গর্বিত লেবানন’ সমকামীভীতি-বিরোধী একটি শক্তিশালী ভিডিও প্রকাশ করেছে‘Gururlu Lübnan’ Etkili Bir Homofobi Karşıtı Video Yayınladı
2মে মাসের ১৭ তারিখে সমকামীভীতি, লিঙ্গ পরিবর্তনকারীভীতি ও উভকামীভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস (বা আইডিএএইচওটি) পালিত হবে, যে দিনে ১৯৯০ সালে বিশ্ব স্বাস্থ্য সংঘ সমকামীতাকে রোগের তালিকা থেকে অপসারণ করেছে।17 Mayıs Uluslararası Homofobi ve Transfobi Karşıtlığı Günü‘nde (veya IDAHOT), Dünya Sağlık Örgütü'nün 1990 yılında eşcinselliği hastalık kategorisinden kaldırdığı gün kutlanıyor olacak.
3এর প্রতীক্ষায় ‘গর্বিত লেবাবন‘ নামের একটি লেবাননীয় সুশীল সমাজ দল লেবাননে এলজিবিটিদের অধিকার দাবী করে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে।Öncü bir hareket ile, ‘Gururlu Lübnan‘ adındaki sivil halk topluluğu Lübnan'daki LGBT hakları çağrısında bulunmak için bir tanıtım videosu yayınladı.
4ভিডিওটিতে অনেক বিশিষ্ট লেবাননীয় ব্যক্তিত্ব যেমন পরিচালক জাইনা ডাকাসে এবং টেলিভিশনের উপস্থাপিকা ফুয়াদ ইয়ামিনি উপস্থাপিত হয়েছেন এবং সেই সাথে সাথে সিনথিয়া কারাম, ব্রুনো তাব্বাল, ক্যারোল আব্বোউদ, বেচারা আতাল্লা, রাবিহ্‌ সাল্লুম, মেডিয়া আজৌরি, ইয়ানা ইউনেস, ক্রিসটিন চৌইরি, নাতাশা চৌফানি, ইভোনি এল-হাসেম, পলিন হাদ্দাদ, এলি ইউসেফ এবং আঁদ্রে নাকৌজি লেবাননকে মানবাধিকারের সর্বজনীন ঘোষণার প্রতি সম্মান প্রদর্শন করার এবং ‘যারা ভিন্ন' তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান জানিয়েছেন।Yönetmen Zeina Daccache ve televizyon sunucusu Fouad Yammine gibi Lübnan'ın seçkin kişiliklerinin bulunduğu videoda, ‘farklı olanlara' yapılan ayrımcılığın son bulması ve İnsan Hakları Evrensel Bildirisi'ne uyulması için çağrıda bulunuluyor. İnsan Hakları Evrensel Bildirisi'nin ilk maddesinde her insanın özgür ve itibar ile hak bağlamında eşit doğduğunun belirtildiğini biliyor muydunuz?
5আপনি কি জানেন যে মানবাধিকারের সার্বজনিন ঘোষণার প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল মানুষই মুক্তভাবে ও সম মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছে?Peki ya 21. yüzyılda, sadece LGBT birey olmasından dolayı hâlen dövülen, yaftalanan, tutuklanan ve öldürülen insanlar olduğunu biliyor muydunuz?
6আপনি কি জানেন যে ২১শতাব্দীতে, এখনো অনেক মানুষ আছে যাদেরকে প্রহার, কলঙ্কিত, গ্রেফতার এবং কোন কোন ক্ষেত্রে মেরেও ফেলা হয়…শুধুমাত্র তারা সমকামী তাই?Farklı olmak utanç verici değil, utanç verici olan farklılığa karşı çatışıyor olmak.
7ভিন্ন হওয়া লজ্জাজনক নয়…বরং ভিন্নতার বিরুদ্ধে লড়াই করাই লজ্জাজনক।Bu kişi erkek veya kız kardeşiniz, komşunuz, arkadaşınız da olabilir.
8সে আপনার ভাই, আপনার প্রতিবেশী বা আপনার সহকর্মী হতে পারে।Varlıklarını kabullenmiyor olmanız onların varolmadığı anlamına gelmiyor.
9সে আপনার বোন, আপনার বান্ধবী, বা বিদ্যালয়ে এমন কি আপনার নেত্রী হতে পারে।Bu adaletsizliği protesto etmek yeterli değil.
10আপনি যদি তাদের অস্তিত্বকে স্বীকার না করেন, তার মানে এই না যে তাদের অস্তিত্ব নেই। এই অন্যায্যতার বিরুদ্ধে প্রতিবাদ করাটাই যথেষ্ট নয়।Adil olmayan yasaları değiştirmek ve tüm vatandaşları koruyan yasalar oluşturmak için el ele vermeliyiz.
11আমাদের সকলেরই এই অন্যায্য আইন পরিবর্তন করে যে আইন সকল নাগরিককে রক্ষা করে সেরকমের আইন দ্বারা প্রতিস্থাপিত করার জন্য একত্রে কাজ করা উচিত।Çünkü yasalar koruma içindir, fark gözetmek için değil.
12কারণ আইন হলো রক্ষার জন্য বৈষম্যের জন্য নয়।Hepimiz eşit ve özgür doğduk.
13আমরা সকলেই মুক্ত ও সম হয়ে জন্ম গ্রহণ করছি। আমি জানি সে সমাজের সম্মুখীন হওয়া কঠিন, কিন্তু নিদেনপক্ষে আইনকে ন্যায্য হতে হবে।Toplum ile yüzleşmenin zor olduğunu biliyorum, ama en azından yasalar adil olmalı.
14গণতন্ত্র শুধুমাত্র সংখ্যাগড়িষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠের নয় বরং এর সকল নাগরিককে নিরাপত্তা দিতে হবে।Demokrasi sadece çoğunluk ve azınlık için değil, tüm halka güvenlik sağlamak içindir.
15দরিদ্রদের অধিকার রক্ষার জন্য আপনাকে দরিদ্র হবার প্রয়োজন নেই।Yolsulların haklarını savunmak için yoksul olmanız şart değil.
16আপনাকে নারীদের অধিকার রক্ষার জন্য নারী হবার প্রয়োজন নেই।Kadın haklarını savunmak için kadın olmanız şart değil.
17একজন উদ্বাস্তুর অধিকার রক্ষার জন্য আপনার উদ্বাস্তু হবার প্রয়োজন নেই।Göçmen haklarını savunmak için göçmen olmanız şart değil.
18এবং এলজিবিটিদের অধিকার রক্ষার জন্য আপনাকে সমকামী হবার প্রয়োজন নেই।Ve LGBT haklarını savunmak için de eşcinsel olmanız şart değil.
19একজন মানুষ হওয়াই যথেষ্ট।İnsan olmak yeterli.
20এমন কি আমরা যদি ভিন্নও হই, আমাদের অসম্মত হওয়া উচিত নয়।Farklı olsak da, çelişmemeliyiz.
21হোটেল মনরোতে আইডিএএইচওটি'র দিনে একত্রে অংশগ্রহণ করতে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের সাথে মে'র ১৭ তারিখে মিলিত হোন।Gelin 17 Mayıs günü Monroe Oteli'nde saat 11:00'dan 18:00'a kadar IDAHOT ile bir araya gelelim.
22লেবাননে এলজিবিটিদের অধিকারের আইনগত অবস্থা খুব বেশী পরিস্কার নয়।Lübnan'da LGBT haklarının yasal konumu tam olarak kesin değil.
23সেখানে এমন কোন আইন নেই যা নির্দিষ্টভাবে সমকামী সম্পর্ককে নিষিদ্ধ করে, তবে একটি অনুচ্ছেদ আছে - অনুচ্ছেদ ৫৩৪ - যেখানে ‘প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে' এমন যৌন আচরণ নিষিদ্ধ করা হয়েছে। যাইহোক, এই অনুচ্ছেদটিকে অকার্যকর হিসেবে কমপক্ষ্যে দু'জন বিচারক বাতিল করে দিয়েছেন।Eşcinsel ilişkileri yasaklayan bir kanun yok iken, “doğal yollara karşı” olan cinsel birleşmeleri yasaklayan bir madde(Madde 534) var. Fakat bu madde, geçmişte en az iki jüri tarafından geçersiz olduğu nedeniyle reddedildi.
24সত্যিই, জানুয়ারী ২০১৪তে একজন বিচারক রুল জারি করেছেন যে অনুচ্ছেদ ৫৩৪ বলবত হতে পারে না কারণ ‘এতে পরিস্কার করে বলা নেই যে কোনটিকে অপ্রাকৃতিক বিবেচনা করা হবে।'Ocak 2014'te, 534. Madde hakkında bir hakim, “Doğal olmayanın ne olduğu üzerine açık bir yorum getirmediğine” hüküm sürdü.
25তার এই সিদ্ধান্ত পূর্বের একটি আদালত রুলের উপর ভিত্তি করে করা হয়েছে, যেটিতে ২০০৯ সালে অন্য আর এক বিচারকও একই সিদ্ধান্তে উপনিত হয়েছেন।Kararda, 2009'da aynı sonuca varan başka bir hakimin mahkeme kararı temel alınmıştı.
26২০১৪ সালের রুলিংটি বিশেষভাবে উল্লেখযোগ্য।2014 kararına özellikle değinmek gerek.
27ঘটনাটি একটি নাম উল্লেখ না করা লিঙ্গ পরিবর্তনকারী নারীকে একজন পুরুষের সাথে যৌনক্রীয়ার অভিযোগ করার সাথে সম্পর্কযুক্ত।Olay, bir erkekle ilişkiye girmekle suçlanan isimsiz bir trans kadın ile ilgili.
28যখন মামলাটি তার নজরে আনা হলো, তখন ইদাইদ আদলতের বিচারক নাজি এল দাহদাদ মামলাটি খারিজ করে দেন এই বলে যে:Jdeide Mahkemesi Hakimi Naji El Dahdad, durumu belirterek davayı geri çevirdi:
29লিঙ্গ পরিচয় শুধুমাত্র কিছু আইনি নথি দ্বারা সংজ্ঞায়িত করা হয় না, ব্যক্তিটির বিবর্তন ও তার লিঙ্গ সম্পর্কে তার উপলব্ধিও বিবেচনা আনতে হবে।Cinsiyet kimliği yasal kağıtlarla belirlenen bir şey değildir; kişinin gelişimi, kendi cinsiyeti konusundaki algısı dikkate alınmalıdır.
30সমকামিতা এই নিয়মের একটি ব্যতিক্রম কিন্তু অপ্রাকৃতিক নয় তাই অনুচ্ছেদ ৫৩৪ (যা ‘প্রকৃতির আইন লঙ্ঘন করে' এমন যৌন সম্পর্ক নিষিদ্ধ করে) সমকামীদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না এবং সেইজন্য, পরিভাষাগতভাবে, সমকামিতা অবৈধ নয়।Eşcinsellik normlara karşı bir istisnadır fakat doğaya aykırı değildir, böylece 534. madde eşcinsellere karşı kullanılamaz ve böylece, teknik olarak, eşcinsellik yasadışı değildir.
31এই প্রবন্ধটি তালাইন খাইকিয়ান ও নূর হাইয়ার-এর সাহায্য নিয়ে লেখা হয়েছে।Bu makale Taline Khajikian ve Nour Hajjar'ın yardımlarıyla yazılmıştır.