Sentence alignment for gv-ben-20150222-47488.xml (html) - gv-tur-20150221-1190.xml (html)

#bentur
1জাপানের প্রত্যন্ত রাস্তায় আপন খেয়ালে ঘুরে বেড়ানোJaponya'nın Arka Sokaklarında Bir Yürüyüşe Çıkın
2মাতসুসিমা, তাসুরগা।Matsushima, Tsuruga.
3ছবি নেভিন থম্পসনেরFotoğraf: Nevin Thompson
4সর্বত্র ছড়িয়ে পড়া স্মার্টফোন ক্যামেরা এবং ফ্রি অনলাইন ভিডিও সংরক্ষণের এই যুগে, স্লো টিভি এক বিশেষ উপাদানে পরিণত হয়েছে।
5এই তরুণ প্রজন্মের যুগে, এক সম্পূর্ণ ট্রেন যাত্রা নিয়ে করা স্লো টিভির ভিডিও অত্যন্ত জনপ্রিয়, সাথে ক্রান্তীয় অঞ্চলের মাছ নিয়ে করা তিন ঘন্টার ভিডিওটিও।Akıllı telefon kameralarının ve ücretsiz vidyo depolarının yaygın olduğu çağda, Yavaş TV (Slow TV) bir fenomen haline geldi.
6শিল্পী কিস কলিনজিন একটি ভিডিও প্রকল্পে দৃশ্যমান হয়েছেন, যেটি তার “পূর্বের পথে হাঁটা” নামক বিষয়কে নথিবদ্ধ করেছে।Bu yükselen türde, üç saatlik tropik balık gibilerinin yanısıra baştan sona tren yolculukları da popüler.
7সাতোবো ৩১০৪ নামে জাপানের এক ইউটিউব ব্যবহারকারী শত শত ভিডিও আপলোড করেছে যা জাপান জুড়ে পুরোনো এলাকায় হাঁটার ঘটনাকে নথিবদ্ধ করেছে।Bir Japon Youtube kullanıcısı, satobo3104, Japonya'nın her yanındaki eski mahallelerde yüzlerce yürüyüş vidyosu kayda aldı.
8এই সব ভিডিওতে কোন ধারাবর্ণনা নেই।Vidyolarda bir yorum bulunmuyor.
9এটা অনেকটা আশে পাশের খানিকটা অপ্রচলিত রাস্তায় এলোমেলো ভাবে ঘুরে বেড়ানো।Sadece sessiz ara sokaklardaki gezinmelerden ibaret.
10এটা অন্য রকম এক অনুভূতি, ধ্যানমগ্ন হয়ে উক্ত এলাকার পরিবেশের মাঝে এমন ভাবে মিশে যাওয়া, যা সাধারণ অবস্থায় সম্ভব নয়।.İnsanın normalde bulunmayacağı yerlerin görüntüsü ve sesine dalıp gitmesi için özgün ve meditasyonumsu bir yol.
11তাসুরুগা হচ্ছে জাপানের পূর্ব সমুদ্র উপকূলের এক ছোট্ট শহর যা কয়োটো থেকে গাড়ি চালিয়ে গেলে এক ঘণ্টার পথ।Tsuruga, Japon Deniz Kıyısı tarafında Kyoto'nun bir saat kuzeyinde küçük bir şehir.
12মাৎসুসীমা হচ্ছে তাসুরগা-এর এক পুরোনো এলাকা, আর এই ভিডিও গ্রীষ্মের এক নীরব দিনের পরিবেশকে নিখুঁত ভাবে ধারণ করেছে ।Matsushima, Tsuruga'da bulunan eski bir mahalle ve vidyo sakin bir yaz gününün atmosferini mükemmel bir şekilde yakalıyor.
13এখানে;দ্বিতীয় খণ্ড এবং এখানে;তৃতীয় খণ্ড দেখুন।Parça 2 ve Parça 3‘ü izleyebilirsiniz.
14তাকাওকা হচ্ছে জাপানের সমুদ্র উপকূলের আরেকটি ছোট্ট শহর এবং এই এলাকায় অনেক পুরোনো ধাঁচের জাপানী গৃহ রয়েছে যেগুলো শত শত বছর ধরে তেমন একটা পরিবর্তিত হয়নি।Takaoka, Japon Deniz Kıyısı'nda başka bir küçük şehir ve son birkaç yüzyılda pek değişmeyen mahallelerde birçok eski tip Japon evlerini barındırıyor.
15এই ভিডিও আমাদের ইয়োকোতা এবং কানাইয়া এলাকার ভেতর দিয়ে হাঁটিয়ে নিয়ে যায়, পথে সে সমস্ত মঠ এবং মন্দির দেখা সেগুলোর ভেতরটাও ঘুরিয়ে আনে।Vidyo bizi, yol üstünde mabet ve tapınaklara uğrayarak Yokota ve Kanaya mahallelerine taşıyor.
16এখানে বিশেষ আগ্রহের জায়গা হচ্ছে কানাইয়ার সেনবোন-কোশি এলাকা, যা এক ঐতিহ্যবাহী এলাকা যার রাস্তার চারপাশে সারিবদ্ধ ভাবে পুরোনো ধাঁচের বাড়িগুলো অবস্থান করছে।Özel bir ilgi ise restore edilmiş geleneksel evlerle sıralanan sokaklara sahip tarihi miras alanı olan Kanaya'daki Senbon-koshi mahallesi. [jap]
17এই ভিডিও আমাগাসাকির সোনোড নামক রাস্তায় ঐতিহ্যবাহী জাপানী শোতোনাগাই অথবা শামিয়ানা টানানো দোকানের এলাকাসমূহে এক নজর ঘুরিয়ে আনে, যা কোবের খানিকটা পশ্চিমে অবস্থিত।Bu vidyo geleneksel Japon shotengai'si (Japonlara özgü bir tür kapalı çarşı) ve Kobe'nin batısında bulunan Sonoda, Amagasaki'deki kapalı çarşı alanı hakkında bir ipucu veriyor.
18জাপানের বেশীর ভাগ নাগরিকের কাছে শোতেনগাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শহুরে মানুষের জীবনের কেন্দ্রে থেকে তাদের সেবা করে গেছে।Japonya'nın savaş sonrası döneminin çoğunda, shotengai, şehir yaşamının kalbi olarak sunuluyor.
19ক্ষুদ্র এই পারিবারিক কেনাকাটা এবং খাবারে দোকান প্রধানত সস্তা এবং সুবিধাজনক উপায়ে সরবার করে গেছে, এবং মাথার উপর টাঙানো এই সকল শামিয়ানা বৃষ্টি, শীত এবং সূর্যের উষ্ণতা থেকে ক্রেতাদের রক্ষা করে গেছে।Küçük ailelere ait dükkânlar ve lokantalar ucuz ve elverişli ürünler sunar ve brandalar esnafı yağmur, kar ve güneşten korurdu.
20যখন জাপানের নাগরিকদের এক অংশ বুড়িয়ে যাওয়া শুরু করেছে, তার প্রেক্ষাপটে এখন খুব কম সংখ্যক পরিবার এই পুরোনো এলাকায় বাস করে।Japonya'nın nüfuslu döneminde ise, bu eski mahallelerde artık az sayıda aile yaşıyor.
21স্থানীয় ক্রেতাদের সংখ্যা ক্রমে স্বল্প হয়ে আসা মানে শোতেনগাই এখন ক্রমশ অতীতের ছায়ায় পরিণত হতে যাচ্ছে।Daha az yerel müşteri demek, shotengai tarih oluyor demektir.
22শামিয়ানা ঢাকা বাজার, এখনো জাপানের কিছু অংশে বেশ ভালই করছে, বিশেষ করে যদি তারা পর্যটকদের জন্য খাদ্য পরিবেশন করে।Kapalı çarşılar Japonya'nın bazı bölgelerinde, özellikle turistlerin ihtiyacını karşılayan yerlerinde hâlen iyi durumdalar.
23এই ভিডিও কিয়োটোর নিশিকি মার্কেটে ভেতরে আমাদের ইতঃস্তত ঘুরিয়ে আনে।Bu vidyo Kyoto'nun Nishiki Çarşısı'nda bir yürüyüş içeriyor.
24এখনকার সকল কিছুর উপর এক নজর চোখ বুলানো দারুন এক অভিজ্ঞতা বিশেষ করে লাল রঙের কাঁকড়া থেকে শুরু করে ফুলের কুড়ি দিয়ে ফুলের গুচ্ছ সবই এখানে বিক্রি করা হয়।Satışa sunulan kesme çiçeklerden çeşitli yengeçlere (Chionoecetes) değin her şeye göz atmak için müthiş bir şans.
25তুসুকিজি (টোকিও)[eng]
26Bu vidyoda ise Dünya'nın en büyük şehri, Tokyo'nun kalbinde gündelik yaşama tanık oluyoruz.
27এই ভিডিওতে আমরা টোকিওর প্রাণকেন্দ্রের উপর এক নজর চোখ বুলাতে পারি, যা বিশ্বের সর্ববৃহ শহর।Ginza'nın hemen doğusunda, Tsukiji‘de bir yürüyüşe çıkıyoruz.
28এর ভেতর দিয়ে আমরা গিনজার খানিকটা পূর্বে তুসুকিজি এলাকায় এলোমেলো ভাবে ঘুরে আসব, যেখানে সরু রাস্তাগুলো পুরোনো বাড়ির পাশ দিয়ে ছুটে গেছে, যা এর মাত্র কয়েকটি এলাকা পরেই অবস্থিত চকচকে, উজ্জ্বল শহুরে চেহারার এক দারুণ বৈপরীত্য প্রকাশ করছে।Dar sokaklar eski evlerle dizili, birkaç blok ötedeki şık ve pırıl pırıl şehir manzarasına keskin bir zıtlık sağlıyor. Youtube'daki satobo3104 kanalı‘nda çok daha fazla Japon mahalle yürüyüşlerine erişebilirsiniz.
29সোতোবো ৩১০৪ চ্যানেলে জাপানের এ রকম হেঁটে যাওয়া এলাকার ভিডিও পাওয়া যাবে।[Belirtilen linkler dışındakiler Türkçe kaynaklara aittir.]