# | ben | tur |
---|
1 | দুবাইয়ের রাস্তায় নারীরা গৎবাধা ধারণা ভেঙ্গে হার্লে ডেভিডসন চালাচ্ছে | Dubai Yollarındaki Kadınlar Harley Üstünde Kalıp Yargıları Yıkıyorlar |
2 | দুবাইয়ে ‘আন্তর্জাতিক মহিলা যাত্রা' দিনে একজন মহিলা মোটরবাইক চালক। | Dubai, Uluslararası Dünya Kadınlar Sürüş Günü'nde bir bayan sürücü. |
3 | কৃতজ্ঞতা: আমান্ডা ফিসার। | Görüntü: Amanda Fisher. |
4 | পিআরআই'র অনুমতি নিয়ে প্রকাশিত। | Yayınlayan: PRI |
5 | এই নিবন্ধ এবং রেডিও রিপোর্ট মূলত শিরিন জাফারি করেছেন দ্য ওয়ার্ল্ড এর জন্য, যা PRI.org এ ১৮ মে, ২০১৫ প্রকাশিত হয়, এবং নিবন্ধ ভাগের চুক্তির অংশ হিসেবে এখানে পুনরায় প্রকাশ করা হয়েছে। | Shirin Jaafari tarafından The World‘e sunulan bu makale ve radyo haberi ilk olarak 18 Mayıs 2015'te PRI.org'da çıktı ve bir içerik-paylaşım anlaşması kapsamında burada tekrar yayınlandı. |
6 | “আমি যখন বাইক চালাই, আমার মনে হয় পুরো দুনিইয়াটা আমার।” | “Motosiklet sürerken dünyalar benim oluyor.” |
7 | ঠিক এইভাবেই ডানা আদম তার মোটরবাইক চালানর অভিজ্ঞতা তুলে ধরেন - অন্য কোন বাহক নয়, হার্লে ডেভিডসন - দুবাইয়ের বিস্তৃত মহাসড়ক জুড়ে। | Dana Adam Dubai'nin kusursuz otobanlarına açılan Harley Davidson'la sürüş deneyimini böyle anlatıyor. |
8 | ডানা আদম তার আসল নাম নয়; তাকে ছদ্মনাম ব্যবহার করতে হচ্ছে কারণ যে ইয়েমেনের একটি রক্ষণশীল পরিবারের মেয়ে, যেখানে মটরসাইলেক চালানো শুধুমাত্র স্বপ্ন। | Dana Adam onun gerçek ismi değil, takma isim kullanıyor çünkü Yemen'de güçlü, muhafazakar bir aileden geliyor ve orada motosiklet sürmek sadece bir hayal. |
9 | “ইয়েমেনে এটা নিষিদ্ধ,” সে বললো। | “Yemen'de kabul edilemez bir şey. |
10 | “কোন মহিলা বাইক চালায় না। | ” diyor. “Hiçbir bayan motosiklet sürmez. |
11 | আমার পরিবার আমাকে তা কখনো করতে দেয় না।” | Ailem asla izin vermezdi.” |
12 | কড়া চায়ের জন্য থামার পর আবার মহাসড়কে হার্লে ডেভিডসন রাইডার্স। | Karak chai için [bir tür çay] kısa bir moladan sonra yola tekrar devam. |
13 | কৃতজ্ঞতা: আমান্ডা ফিসার। | Görüntü: Amanda Fisher. |
14 | পিআরআই'র অনুমতি নিয়ে প্রকাশিত। | Yayınlayan: PRI |
15 | কিন্তু দুবাইয়ে ডানা তার স্বপ্নের পেছনে ছুটছে - এবং সে একা নয়। এখানে একদল মহিলা চালক রয়েছেন এবং রিপোর্টার আমান্ডা ফিসার ঠিক করেন যে, তিনি তাদের সাথে কিছু সময় কাটাবেন। | Shima Mehri adında başka bir sürücünün hikayesini anlatıyor: Çocukluğundan beri motosiklet sürmek isteyen İranlı bir kadın. |
16 | “আমি অনুভব করেছি এখানে কত শত শক্ত মনের নারী বাস করছেন, যারা নিগৃহীত আরব নারীর প্রতিচ্ছবি থেকে বেরিয়ে আসছেন।” ফিসার বলেন। | İran'da kadınların araba sürmesine izin var ancak kadınların kamuya açık alanda motosiklet sürmesi yasak. |
17 | ফিসার আর একজন চালকের গল্প বলেন, যার নাম সিমা মেহরি। সিমা একজন ইরানি নারী যার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মোটরবাইক চালানো। | Mehri 29 yaşına geldiğinde eşiyle birlikte Dubai'ye taşınmış ve o zaman, sonunda motosiklet ehliyetini almıştı. |
18 | ইরানে নারীদের গাড়ি চালানর অধিকার আছে কিন্তু জনসমক্ষে মোটরবাইক চালানো অবৈধ। | “Dubai'ye varır varmaz, ‘Tamam, zamanı geldi' dedim. |
19 | মেহরি এবং তার স্বামী দুবাইয়ে আসেন যখন তার বয়স ২৯, এবং এরপর তিনি তার মটরসাইকেল লাইসেন্স নেন। | |
20 | “দুবাই পৌছানোর পরপরই, আমি বললাম,'ঠিক আছে, এখনি সময়,'” মেহরি ফিসারকে জানান। | ” diye anlattı Fisher'a. |
21 | মেহরি তার সিদ্ধান্ত সম্পর্কে তার মাকে অবহিত করে, কিন্তু তিনি তা সহজএ মেনে নেননি। | Ancak Mehri annesine kararını söylediğinde işler yolunda gitmedi. |
22 | তিনি হতাশ হন এবং চিন্তিত ছিলেন মেহরি'র পরিবারের প্রতিক্রিয়ার কথা চিন্তা করে। | Annesi üzülmüş ve Mehri'nin motosiklet sürmesi ailesini ayağa kaldıracağından dolayı endişelenmişti. |
23 | আন্তর্জাতিক মহিলা যাত্রার দিনে দুবাই লেডিস অব হার্লে রাইডার্স এর নেতৃত্বে সিমা মেহরি। | Shima Mehri Uluslararası Dünya Kadınlar Sürüş Günü'nde Harley süren Dubaili Kadınlar grubuna öncülük ediyor. |
24 | কৃতজ্ঞতা: আমান্ডা ফিসার। | Görüntü: Amanda Fisher. |
25 | পিআরআই'র অনুমতি নিয়ে প্রকাশিত। | Yayınlayan: PRI |
26 | কিন্তু মেহরি'র মা শুধু মেনেই নেননি, একসময় যে তিনি মোটরবাইক চালিয়েছেন তা তিনি স্বীকার করেছিলেন। | Mehri'nin annesi yelkenleri suya indirmekle kalmayıp, kendisinin de bir defasında motosiklet sürdüğünü kızına itiraf etmiş. |
27 | “[মেহরি] মা'র কাছ থেকে একটি ছবিসহ বার্তা পেয়েছে, এবং সেই ছবিতে মেহরি'র মা ১৮ বছর বয়সে বাইক চালাচ্ছেন,” ফিসার জানান। | “[Mehri] bir fotoğrafla birlikte annesinden mesaj alır ve fotoğrafta annesi 18 yaşında, ayrıca motosikletin üzerindedir. ” diyor Fisher. |
28 | ফিসার জানান দুবাই হার্লে ডেভিডসন দলটি খুবই সংঘবদ্ধ, চালকেরা নিরাপত্তার জন্য মিশ্র দলের সাথে বের হন,নিরাপত্তা ছাড়াও আনন্দ যার একটি কারণ। | Fisher Dubai'deki Harley-Davidson grubunun birbirine kenetlenmiş bir topluluk olduğunu söylüyor. Sürücüler hem güvenlik hem de birlikte sürmenin eğlencesi için toplu hâlde geziyorlar. |
29 | আন্তর্জাতিক মহিলা যাত্রার দ্বিতীয় দিন শেষে হার্লে রাইডার্স সদস্যরা দুবাইয়ে ফিরছেন। | Harley süren Dubaili Kadınlar Uluslararası Dünya Kadınlar Sürüş Günü'nü belirttikten sonra Dubai'ye dönüyor. |
30 | কৃতজ্ঞতা: আমান্ডা ফিসার। | Görüntü: Amanda Fisher. |
31 | পিআরআই'র অনুমতি নিয়ে প্রকাশিত। | Yayınlayan: PRI |
32 | “হার্লে রাইডার্স তাদের নিজেদের কাছে এক বর্ধিত পরিবার,” সে জানায়। | “Harley takımı onların bir nevi geniş ailesi gibi. ” diyor. |
33 | তাছাড়া অধিকাংশ সদস্য দুবাইয়ে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিক। | Bunun nedenlerinden başka biri ise birçok üyenin Dubai'de gurbetçi olması. |
34 | “দুবাই বিভিন্ন দেশি মানুষের মিলনস্থল,” গ্রুপ সম্পর্কে ফিসার বলেন. | “Böylesine çeşitli bir topluluk…” diye bahsediyor Fisher. |
35 | “এখানে রাশিয়ান, পোলিশ, মরক্কান, লেবানিজ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।” | “Grupta Rus, Polonyalı, Alman, Faslı, Lübnanlı dahi var.” |
36 | আন্তর্জাতিক মহিলা যাত্রার দিনে পথে দুবাই লেডিস অব হার্লে রাইডার্সের সদস্যারা কৃতজ্ঞতা: আমান্ডা ফিসার। | Uluslararası Dünya Kadınlar Sürüş Günü boyunca yolda Harley süren Dubaili kadınlardan biri. Görüntü: Amanda Fisher. |
37 | পিআরআই'র অনুমতি নিয়ে প্রকাশিত। | Yayınlayan: PRI |
38 | গরমের কারণে বাইকচালকেরা গরমকালে যত ভোরে সম্ভব বাইক চালানো শুরু করেন। | Yakıp kavuran sıcağa gelince, yaz gittikçe yaklaşırken sürücülerin sabah erken dışarı çıktığını söylüyor Fisher. |
39 | কিন্তু গরমের হাত থেকে বাঁচার জন্য তাদেরও একটি পদ্ধতি আছে, তা হচ্ছে আইস বা বরফ জ্যাকেট। | Ancak aynı zamanda sıcaktan kurtulmak için ilginç bir yol bulmuşlar: buz ceketleri. |
40 | একটি আস্তরণের আছে জ্যাকেটে, যার মধ্যে বাইকচালকরা বরফ রাখতে পারেন, যা তাদেরকে কয়েক ঘন্টার জন্য শীতল রাখে। | Sürücülerin içine buz atabileceği bir astarı olan ceketler onları birkaç saat serin tutuyor. |
41 | “এই মেয়েদের রাস্তায় যাওয়া থেকে বিরত রাখতে অনেক কষ্ট করতে হবে!” | “Bu kadınları yoldan alıkoymak zor iş. |
42 | বলেছেন ফিসার। | ” diyor Fisher. |