# | ben | tur |
---|
1 | এক মিউজিক ভিডিওর মাধ্যমে, ব্রাজিলে স্বাগত জানানোর জন্য শরণার্থীরা দেশটিকে ধন্যবাদ জানাচ্ছে | Mülteciler Müzik ile Brezilyalılara Teşekkür Ediyor |
2 | ইউটিউব থেকে গ্রহণ করা স্ক্রিনশট | YouTube'dan ekran görüntüsü. |
3 | ব্রাজিলের সাওপাওলো নগরীতে বাস করা একদল শরণার্থী তাদের জন্য ব্রাজিলের দ্বার উন্মুক্ত করে দেওয়ায় দেশটিকে ধন্যবাদ জানাতে গান লিখে তাতে সাথে সুর বেঁধে এক মিউজিক ভিডিওতে তৈরী করেছে, পাশাপাশি এই ভিডিওর উদ্দেশ্য শরণার্থী বিষয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি করছে। | São Paulo'da yaşayan bir grup mülteci, Brezilya'nın onlara kapılarını açmasına teşekkür olarak ve yerel halka mülteciler konusunda farkındalık kazandırmak amacıyla bir şarkı besteleyip yayınladılar. |
4 | এই মিউজিক ভিডিওতে বিশ্বের প্রায় ৩০টি দেশের ভিন্ন ভিন্ন জাতির নাগরিক অংশগ্রহণ করেছে, যার অর্থায়ন করেছে গ্লোবাল ইয়োথ ইনিসিয়েটিভ ফান্ড, এটি ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সির (ইউএনএইচসিআর) এক কর্মসূচি, যা তরুণ শরণার্থীদের গ্রহণ করা প্রকল্পকে সমর্থন করে। | BM Mülteciler Yüksek Komiserliği (UNHCR) tarafından genç mültecilerin projelerini desteklemek amacıyla oluşturulan bir program olan Küresel Gençlik Girişim Fonu tarafından ödenek sağlanan müzik videosuna çeşitli milliyetlerden 30'un üstünde mülteci katıldı. |
5 | তারা সাওপাওলোর বিখ্যাত ভবনগুলোর পাশ দিয়ে হেঁটে যায়, এতে অংশ গ্রহণ করা ব্যক্তিদের মধ্যে অন্যান্যদের সাথে রয়েছে নাইজেরিয়া,সিরিয়া এবং বাংলাদেশের নাগরিক। গানের মধ্যে দিয়ে তার তুলে ধরেছে তারা কেন তাদের স্বদেশ ত্যাগ করল তার কারণ এবং ব্রাজিলে এসে তারা যে সমস্ত ভ্রান্ত ধারণার মুখোমুখি হয়েছে সে সম্বন্ধে। | São Paulo'nun ünlü yerlerinden geçerken; Nijerya, Suriye, Bangladeş ve diğer ülkelerden insanların bulunduğu ekip söyledikleri şarkı ile vatanlarını terk etme nedenleri ve Brezilya'da hâlen karşılaştıkları önyargılardan bahsediyorlar. |
6 | নীচে গানটির ইংরেজি ভাষায় তৈরী সাবটাইটেলের এই ভিডিওটি দেখুন: | Aşağıda videoyu İngilizce altyazılı izleyebilirsiniz: |
7 | বর্তমানে ব্রাজিলে শরণার্থীদের আশ্রয় গ্রহণের হার বিগত চার বছরে ১২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা একই সাথে ব্রাজিলের নাগরিকদের দিক থেকে কৌতূহল এবং বৈষম্যের সৃষ্টি করেছে। | Son dört yılda Brezilya'da bulunan mültecilerin sayısı %1.200 oranında arttı ve bu durum Brezilyalı nüfus arasında hem merak hem de ayrımcılığa yol açtı. |
8 | ব্রাজিলিয়ান ন্যাশনাল কমিটি ফর রিফিউজি (কোনারে)-এর সংবাদ অনুসারে, ব্রাজিলে বর্তমানে বৈধ ভাবে ৮১টি দেশের ৭,৭০০ নাগরিক শরণার্থী মর্যাদা নিয়ে বাস করছে, যাদের বেশীর ভাগ এসেছে সিরিয়া, কলম্বিয়া এবং গণ প্রজাতন্ত্রী কঙ্গো থেকে। | Brezilya Ulusal Göçmen Komitesi (CONARE) verilerine göre çoğu Suriye, Kolombiya, Angola ve Demokratik Kongo Cumhuriyeti'nden gelen 81 ülkeden 7.700 kişinin mülteci olduğu onaylanmakta. |