Sentence alignment for gv-ben-20130101-34658.xml (html) - gv-tur-20130107-739.xml (html)

#bentur
1বাংলাদেশ: ধর্ষণের পর হত্যা করা হলো আদিবাসী নারীকেBangladeş: Bir Yerli Kızı Daha Tecavüz Edilerek Öldürüldü
2বাংলাদেশে আবারো ধর্ষণের পর হত্যার শিকার হলেন এক আদিবাসী নারী। এই ঘটনাটি ঘটেছে রাঙামাটি জেলার কাউখালি উপজেলার বড়ডলু গ্রামে।Rangamati Bölgesi'nin Borodapulara Köyü'nde, bir kez daha bir yerli kızı, vahşice tecavüz edildikten sonra öldürüldü.
3মেয়েটির নাম খুমাচিং মারমা।Kurban, Thomaching Marma (14), sekizinci sınıf öğrencisiydi.
4তার বয়স ছিল মাত্র ১৪ বছর! অষ্টম শ্রেণিতে পড়তো।Kızın cansız bedeni, evinin sadece 100 metre ilerisindeki dağın eteklerinde bulundu.
5বাড়ি থেকে মাত্র ২০০ থেকে ৩০০ গজ দূরে পাহাড়ের ঢালুতে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়।Kurbanın son görüldüğü yer, ailesinin sığırlarını eve geri götürmek için gittiği ormandı.
6সে পাহাড়ে গিয়েছিল নিজেদের পালিত গরু আনতে।Rina Dewan Facebook duvarında bu iğrenç saldırının arkasında ki nedeni paylaştı:
7খুমাচিং মারমার ধর্ষণ ও হত্যার কারণ প্রসঙ্গে রিনা দেওয়ান ফেসবুকে লিখেছেন: যেখানে থুমাচিং মারমার উলঙ্গ লাশ পাওয়া যায় সেখান থেকে আধা কিলোমিটারের মধ্যে রয়েছে নাল্যাছড়ি উত্তর মাথা নামে একটি সেটলার গ্রাম।Thomaching'in cesedinin bulunduğu yere yarım kilometre uzaklıkta, Nallyachari Uttor Matha adında bir göçmen köyü var. 1980li yılların başında devlet, yerli Marma halkını buradan sürerek, yerlerine Bengalli göçmenleri yerleştirdi.
8১৯৮০র দশকের শুরুর দিকে সরকার সেখান থেকে পাহাড়িদেরকে উৎখাত করে সেটলারদেরকে বসিয়ে দেয়।Şimdi, bu göçmenler Borodalupara'nın büyük bir kısmının kendilerine ait olduğunu belirtiyorlar.
9সেটলাররা বর্তমানে থুমাচিংদের গ্রাম বড়ডলুর অনেকখানি নিজেদের বলে দাবি করে এবং কয়েকদিন আগে ক্ষেতে আদা লাগাতে গেলে সেটলাররা মারমাদের বাধা দেয়।Bir kaç gün önce, bazı Marma köylüleri topraklarına zencefil ektiler, fakat göçmenler bu ekinleri parçaladı ve ayaklanma çıkardılar.
10জানা যায়, থুমাচিং-এর মামার সাথেও সেটলারদের জমি নিয়ে বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে এর জের ধরে তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে।Öğrenildiğine göre Thomaching Marma'nın dayısı ve Bengalli göçmenler arasında toprak kavgası var. Bu yüzden tecavüz ve cinayetin intikam sebebiyle işlenildiğinden şüphe ediliyor.
11সাম্প্রতিক সময়ে আদিবাসী নারীদের ওপর বেড়েছে নির্যাতনের ঘটনা।Son zamanlarda yerli kadınlara yönelik şiddet arttı.
12ছবি এ এম আহাদ।Fotoğraf: A M Ahad.
13স্বত্ব: ডেমোটিক্স।Copyright Demotrix.
14সাম্প্রতিক সময়ে আদিবাসী নারীদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েছে।Son zamnlarda yerli kadınlara yönelik şiddet arttı.
15কিছুদিন আগেও পঞ্চম শ্রেণি পড়ুয়া আরেক আদিবাসী শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে।Bir kaç ay önce, bir başka yerli kızı tecavüze uğramış ve öldürülmüştü. Kurban, beşinci sınıf öğrencisiydi.
16সাংবাদিক হরি কিশোর চাকমা প্রথম আলোতে তার লেখায় আদিবাসী নারী ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরেছেন:Gazeteci Hari kishore Chakma, daily Prothom Alo‘daki yazısında yerli kızlara yönelik tecavüz olaylarının istatistiklerini yayınladı:
17শুধু চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত তিন পার্বত্য জেলায় আদিবাসী নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে ২০ জন।Bu yılın kasım ayına kadar, üç dağlık bölgede 20 yerli kız ve kadın tecavüze uğradı. Thomaching Marma'nın adı da bu sürekli artan listeye eklendi.
18সেই সঙ্গে যোগ হলো তুমা চিং মারমার নাম।2011'de, 10 yerli kadın tecavüze uğradı.
19২০১১ সালে আদিবাসী নারী ধর্ষণের শিকার হয়েছে ১০ জন।İnsan hakları örgütü Kapaeng bu istatistikleri yayınladı.
20এটি কাপেং ফাউন্ডেশন নামের একটি মানবাধিকার সংস্থার হিসাব।Örgüte göre, bu yıl 51 yerli kadın şiddete mağruz kaldı.
21সংস্থাটির হিসাবমতে, চলতি বছর আদিবাসী নারীদের ওপর সহিংসতার ঘটনা ঘটেছে ৫১টি, যা ২০১১ সালে ছিল ৩১টি এবং ২০০৮ সালে চারটি।Bu sayı 2011'de 31 ve 2008'de ise sadece 4 idi.
22আবারো আদিবাসী নারী ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সবখানে।Bu vahşi cinayet ve tecavüz ülke çapında kızgınlığa ve öfkeye sebep oldu.
23ঢাকা, চট্টগ্রাম, সিলেটে প্রতিবাদ সমাবেশ হয়েছে।Dakka, Chittagong ve Sylhet'te yürüyüşler düzenlendi.
24নেটিজেনরাও সরব হয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন।İnternet kullanıcıları da olayı protesto ettiler.
25আদিবাসী নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ সমাবেশ।Dakka'da yerli bir kızın tecavüz edilip öldürülmesine karşı düzenlenen protestolar.
26ছবি ফিরোজ আহমেদ।Fotoğraflar: Firoz Ahmed.
27স্বত্ব: ডেমোটিক্স।Copyright Demotix
28মিথুন চাকমা জুম্ম ফেসবুকে লিখেছেন:Mithun Chakma Jummo Facebook'da paylaştı:
29অসাড় মৃত হয়ে পড়ে থাকে আমাদের বোন, আমরাও কি অসাড় হয়ে থাকি!Hissiz, aynı kız kardeşimizin cansız bedeni gibi, biz de hissiz miyiz?
30ইন্ডিয়া জ্বলে উঠে ‘গ্যাঙরেপ'এর প্রতিবাদে, ইম্ফল জ্বলে শ্লীলতাহানির বিচারের দাবিতে।Hindistan yakın zamanda ki toplu tecavüz olaylarını öfkeyle protesto etti, İmphal şehri bir kız cinsel saldırıya uğradığı zaman adalet için haykırdı.
31আমাদের প্রতিবাদের ভাষা কী হবে!Bizim protesto şeklimiz ne olmalı?
32একটি মিছিল!?Sadece bir yürüyüş mü?
33তারপর অসাড়তা!Sonrasında gene sessiz ve hissiz olmaya devam!
34আদিবাসী অধিকার আন্দোলন (CHT) লিখেছে:Adivasi Aodhikar Andolon şöyle yazdı:
35খবর দেখছিলাম, দিল্লীতে বাসে ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল ভারত।Haberlerde, Hindistan'ın Delhi otobüsünde ki toplu tecavüz olayına karşı öfkeli protestolarını izledim.
36ভাল লাগলো এটা দেখে ওরা একতাবদ্ধ, মিডিয়া ওদের সাথে।Onların o birlik ve beraberliğini görmek çok güzeldi.
37সরকার বাধ্য হয়েছে দোষীদের গ্রেপ্তার করতে।Ayrıca medya da onların yanındaydı.
38একটু পেছনে যাই, সম্প্রতি রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলু গ্রামে ৮ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী থোমাচিং মার্মাকে ধর্ষণের পর হত্যার করা হয়েছে।Hindistan hükümeti failleri yakalamaya zorlandı. Yakın zamanda yerli bir kız Borodalupara Köyü'nde tecavüz edilip öldürüldü.
39কই ?????Sonuç?
40পুলিশ তো এখনো কাউকে গ্রেফতার করেনি!!Polis tek bir kişiyi bile yakalayamadı!
41এমনি করে আরও শত শত আদিবাসী মা-বোন দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার হচ্ছে এবং খুন করা হচ্ছে।Uzun zamandır, bunun gibi yüzlerce yerli kardeşimiz ve annemiz tecavüze uğrayıp öldürülüyor.
42ব্লগার অনীক লিখেছেন:Blog yazarı Anik şöyle yazdı:
43এই অপরাধগুলো বাংলাদেশের একটি ইমেজ দাঁড় করাচ্ছে আমার মনে, তা হলো ধর্ষক ও খুনীর।Bu saldırılar aklımda bir Bangladeş imajı oluşturuyor. Tecavüzcülerden ve katillerden oluşan bir imaj.
44আমার মনে হচ্ছে, চারপাশে পোটেনশিয়াল ধর্ষক ও খুনী ঘুরে বেড়াচ্ছে!Sanki, acımasız tecavüzcüler ve katiller her gün aramızda dolaşıyormuş gibi hissediyorum.
45কোনই নিশ্চয়তা নেই, যে এরা হঠাৎ কেউ ক্ষেপে উঠে ধর্ষণ করবে না।Bazılarının kontrollerini kaybedip, dürtülerine yenik düşmeyeceklerinin hiç bir garantisi yok.