# | ben | tur |
---|
1 | নাইজেরিয়ার এক গায়িকার বোকো হারামের জন্য একটি বার্তা রয়েছে | Nijeryalı Şarkıcının Boko Haram'a Mesajı |
2 | ২০০৯ সালে লন্ডনের কার্গো নামক এলাকায় নেনকা। | Nneka 2009 yılında Cargo, Londra'da. |
3 | ছবি ফ্লিকার ব্যবহারকারী এ্যান্ডি লেডেরের-এর । সিসি বাই-এনসি ২. | Fotoğraf: Flickr kullanıcısı Andy Lederer. |
4 | ০। দি ওয়ার্ল্ড এর জন্য এই লেখা এবং রেডিও প্রতিবেদন তৈরী করেছে এপ্রিল পেয়ভেই, যা ১৮ জুন, ২০১৫-এ পিআরআই. | CC BY-NC-ND 2.0 |
5 | অর্গ-এ প্রথম প্রকাশিত হয়েছে এবং লেখা বিনিময় চুক্তির মাধ্যমে এখানে পুনরায় প্রকাশ করা হয়েছে। নাইজেরিয়ার এক কিশোরী গায়িকা নেনেকার কাছে বন্দুক ও হানাহানির বিরুদ্ধে নিজস্ব এক সাহসী জবাব রয়েছে। | Bu makale ve radyo haberi yapımcı April Peavey tarafından The World için PRI.org‘da 18 Haziran 2015'te yayınlanmış ve burada içerik paylaşım anlaşması ile tekrar yayınlanmaktadır. |
6 | “ আপনাদের জন্য প্রার্থনা” নামক গানটি সে গেয়েছে নাইজেরিয়ায় বোকো হারাম-এর উপস্থিতি নিয়ে। বোকো হারাম হচ্ছে দেশটির এক উগ্রবাদী ইসলাম-পন্থী সশস্ত্র দল, যারা কিশোরী মেয়েদের অপহরণের জন্য কুখ্যাত। | Nneka Nijeryalı genç bir şarkıcı ve silah ile şiddete karşı kendi cesur tepkisi var. Şarkının adı “Pray for You”[Senin için Dua Ediyorum]. |
7 | তাদের এই ঘটনার কারণে বিশ্বব্যাপী এক টুইটার প্রচারণা আমাদের মেয়েদের ফিরিয়ে নিয়ে এসোর (@ব্রিংব্যাকআওয়ারগার্ল) জন্ম হয়। | Şarkı, Boko Haram‘ın Nijerya'daki varlığı ile ilgili. |
8 | সে তার গানের মধ্যে দিয়ে ক্ষমা করার কথা বলছে “সহিংস হওয়ার বদলে, সহিংস দৃষ্টিভঙ্গি নিয়ে পরিস্থিতির মোকাবেলা করার বদলে আমাদের যা প্রয়োজন তা হচ্ছে এক শান্তিপূর্ণ সমাধান। | Boko Haram, genç kızları kaçırmasıyla bilinen ve Twitter'da #BringBackOurGirls [Kızlarımızı Geri Getirin] adındaki seferberliğine yol açan bir miltan İslam örgütü. |
9 | এবং নেনকা উল্লেখ করেছে অনেক নাইজেরীয় নাগরিক একই অনুভূতি পোষন করে। | Affetmek ile ilgili bir şarkı olduğunu söylüyor. |
10 | সে তার গানের মাধ্যমে ক্ষমার কথা বলছে “ সহিংস হওয়ার বদলে, সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে পরিস্থিতির দিকে এগিয়ে না গিয়ে ভাবে, আমাদের যা প্রয়োজন তা হচ্ছে এক শান্তিপূর্ণ সমাধান। | “Saldırgan olmak yerine, olaylara şiddetle yaklaşmak yerine, barışçıl bir sonuca ulaşmamız gerek. |
11 | এবং নেনকা উল্লেখ করেছে অনেক নাইজেরীয় নাগরিক একই অনুভূতি পোষন করে। | ” diyor ve Nneka birçok Nijeryalının da böyle düşünmesini sürdürüyor. |
12 | নেনকা ধৈর্য্যের সাথে কথা বলছে। | Nneka tutkuyla şarkı söylüyor. |
13 | এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতি তাঁর প্রবল আগ্রহের কারণে তাকে তার ভক্তরা ফেলা কুটি এবং বব মার্লের সাথে তুলনা করছে। | Politik değişime karşı olan bu tutku ile hayranları onu Bob Marley ve Fela Kuti ile karşılaştırıyor. |
14 | এই দুই গায়ক নিজের মনের কথা তাদের গানের মাধ্যমে তুলে ধরেছিল, তারা ছিল রাজনৈতিক ভাবে প্রভাবিত এবং নিজের দৃষ্টিভঙ্গি নিজেদের গানের মাধ্যমে প্রকাশ করেছিল। | İkisi de düşüncelerini ifade eden şarkıcılardı, politika ile harekete geçip şarkılarla görüşlerini dışa vuruyorlardı. Nneka kendini lider olarak görme konusunda istekli değil. |
15 | নেনকা নিজেকে এক নেতা হিসেবে দেখতে অনিচ্ছুক। | Birçok lider gibi kendinin de kusurları olduğunu söylüyor. |
16 | সে স্বীকার করে যে অনেক নেতার মত তারও ত্রুটি রয়েছে। | Peki kusuru nedir? |
17 | | “Zaten çok şey söylenmiş ve kimse kendi öğütlerine uyup onlara göre davranmıyorken konuşmak istemiyorum. |
18 | আর তার ত্রুটি কি? | ” diyor. |
19 | “ আমি আর কোন কথা বলতে চাই না, কারণ ইতোমধ্যে অনেক বেশী কথা বলা হয়েছে আর কেউ এখন এই ধরনের প্রতিক্রিয়া প্রদর্শন করছে না অথবা তারা যা বিশ্বাস করে তা অনুশীলন করছে না”। | Ve Nneka bu zamanlarda “funk” dediği hâline giriyor. Funk sessizliktir. |
20 | এখন নেনকা তার ভাষায় “ফাঙ্ক” বা নিরব হয়ে যায়, তবে তাঁর ধারণা “ দিনের শেষে এই নিরবতা থেকে সে আওয়াজ এবং আবার গান গাইবার শক্তি অর্জন করে”। | “Fakat o sessizlik ile günün sonunda, sanırım tekrar bağırabilmek için güç toplamış ve şarkı söyleyebiliyor oluyorum. ” diyor. |