Sentence alignment for gv-ben-20150507-48524.xml (html) - gv-tur-20150503-1266.xml (html)

#bentur
1ভারতীয় মন্ত্রী বলছেন বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে গণ্য হবে নাHindistan Bakanı: Evlilik İçi Tecavüz Suç Sayılmaz
2ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় নিজের মিশনারী বিদ্যালয়ে গণ ধর্ষণের শিকার ৭১ বছর বয়স্ক এক নান-এর সমর্থনে এলাহাবাদে যাজকদের নেতৃত্বে পরিচালিত এক বিক্ষোভ শোভাযাত্রায় হাজার হাজার ভারতীয় নাগরিক অংশ নেয়।Batı Bengal'in Nadia bölgesindeki rahibe okulunda toplu tecavüze uğrayan 71 yaşındaki rahibe için Allahabad'da bulunan rahiplerin önderliğindeki yürüyüşe binlerce Hint katıldı. Görüntü: Ritesh Shukla.
3ছবি রিতেশ শুক্লার, কপিরাইট ডেমেটিক্সের (১৬/৩/২০১৫)।Telif Hakkı: Demotix (16/3/2015)
4ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বৈবাহিক ধর্ষণ (স্বামী বা স্ত্রী কেউ কাউকে বলপূর্বক মিলনে বাধ্য করা) অপরাধ হিসেবে চিহ্নিত হবে না বলে রাজ্যসভায় বিবৃতি প্রদানের পর থেকে ভারতীয় প্রচার মাধ্যম এবং সোশ্যাল নেটওয়ার্কে এই নিয়ে উত্তপ্ত বিতর্ক শুরু হয়।Hisdistan'ın Birlik İçişleri Bakanı Rajya Sabha‘da [Danıştay] evlilik içi tecavüzün suç sayılmaması gerektiğini belirttiğinden beri, Hint basını ve sosyal medyası hararetli tartışmalarla dolup taşmış durumda.
5হরিভাই পৃথ্বীভাই চৌধুরী ৩০ এপ্রিলে এ বিষয়ে এই যুক্তি প্রদান করেন যে বিবাহ এ জাতীর মাঝে এক পবিত্র বন্ধন হিসেবে বিবেচিত হয়। আর এ কারণে বিয়ের পর যৌন নির্যাতন অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে না।30 Nisan'da Haribhai Parathibhai Chaudhary, evliliğin Hint ulusu için kutsal sayıldığı, bu nedenle ise evlilik sonrası cinsel şiddetin suç sayılamayacağı görüşünde bulundu.
6মন্ত্রী ঠিক সেই মূহূর্তে এই বিবৃতি প্রদান করলেন যখন অনেকে সেই সমস্ত স্ত্রীদের রক্ষায় এক বিশেষ আইনের পক্ষে যুক্তি প্রদান করছে, যারা ঘরোয়া ভাবে যৌন নির্যাতনের শিকার।Bakanın açıklaması, birçok kişi ev içi cinsel istismar mağduru olan kadınları korumak için özel bir yasa konusunda tartışıyor olmasının üzerine ortaya çıktı.
7বর্তমানে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ নাম্বার ধারা অনুসারে, ভারতের আদালত বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনা করে না, যদি না স্ত্রীর বয়স স্বামীর চেয়ে ১৫ বছরের কম হয়।Hindistan kanunnamesinin 375. maddesine göre, Hint mahkemeleri, mağdur 15 yaşından küçük değil ise evlilik içi tecavüzü ceza gerektiren suç olarak saymıyor.
8১৯৮০ সালে যখন অধিকার আন্দোলন কর্মীরা এই আইনকে চ্যালেঞ্জ করে, তখন সরকারি কর্মকর্তারা উল্লেখ করেন যে বৈবাহিক চুক্তি হচ্ছে স্থায়ী যৌনমিলনের সম্মতি এবং বিবাহিত দম্পতির মাঝে ধর্ষণকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হলে তা ভারতীয় পারিবারিক মূল্যবোধকে দূর্বল করে ফেলবে।1980 yılında hukuk aktivistleri yasaya karşı çıktıklarında, hükümet yetkilileri evlilik mukavelesinin daimi cinsel rıza içerdiğini ve evlilik içi tecavüzün suç sayılmasının Hindistan'ın aile değerlerini zayıflatacağını öne sürmüşlerdi.
9স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা মন্ত্রীর এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে:Sosyal medya kullanıcıları bakanın açıklamasına büyük tepki gösterdi:
10যখন সম্পর্কের মধ্যে ভালবাসা থাকে না, তখন প্রতিটি যৌন মিলন বৈবাহিক ধর্ষণের মত অনুভত হয়।Bir ilişkide aşk yoksa her cinsel ilişki #MaritalRape [Evlilik içi Tecavüz] gibi gelir.
11তা সেটি নারী বা পুরষ যার ক্ষেত্রে ঘটুক না কেন।Bu hem erkek hem kadın için de geçerlidir.
12আইন ভালবাসাকে নিয়ন্ত্রণ করতে পারে না।Yasalar düzenleyemez. Sevgiler iyi akşamlar.
13প্রিয় মন্ত্রী মহোদয় বিবাহ যদি পবিত্র বিষয় হয়, তাহলে বৈবাহিক জীবনে ধর্ষণও কি পবিত্র এক বিষয়?Sayın bakan, eğer evlilik kutsal ise, bu #MaritalRape‘i [Evlilik içi Tecavüz] de mi kutsal kılar?
14তবে অন্য টুইটার ব্যবহারকারী আরো বেশী সতর্ক¸ তারা এই আইনের পক্ষে যারা সোচ্চার তাদের সমালোচনা করছে এবং এই ধারার ত্রুটির বিষয়টি নির্দেশ করছে যা বিভ্রান্তির দ্বার খুলে দিতে পারে:Yine de, bazı Twitter kullanıcıları daha tedbirli olarak, yasanın istismarına yol açabilecek olan açıkları ortaya çıkartarak eleştiride bulundular:
15যে সমস্ত নারীরা বৈবাহিক জীবনের ধর্ষণ নিয়ে কথা বলছে তাদের বিশ্বাস কর না।#MaritalRape‘e [Evlilik içi Tecavüz] güvenmeyin.
16তারা বলছে যে এটা তারা আপনার জন্য বলছে , কিন্তু তাদের মধ্যে বেশীর ভাগই আবার যৌন হয়রানীর শিকার নিজের সহকর্মীদের সমর্থনে তাদের পক্ষ অবলম্বন করে না।Sizin için yaptıklarını söylüyorlar, ama neredeyse hiçbiri cinsel istismar davalarında arkadaşlarını savunmuyor bile.
17বৈবাহিক জীবনে ধর্ষণের বিষয়টিকে অপরাধ হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে আমার আপত্তি হচ্ছে তা ব্যাপক ভাবে বিভ্রান্তি তৈরীর সম্ভাবনা তৈরী করে।#MaritalRape'in[Evlilik içi Tecavüz] suç sayılmasına karşı çıkma nedenim geniş çaplı istismar edilebilir olması.
18এখন দেখা যাচ্ছে ঘরোয়া নির্যাতন আইন অনৈতিক ভাবে নারীদের পক্ষপাতিত্ব করছে।Bakın #DomesticViolence [Ev İçi Şiddet] Yasası nasıl haksızca kadınları kayırıyor.
19#৪৯৮ নামক আইনের শিকার (নারী নির্যাতন আইনের শিকার) এক নাগরিকের আত্মহত্যার কারণ উল্লেখ করা লেখা চিঠির সারাংশ।#498A maddesi mağdurunun intihar mektubundan alıntılar. #MaritalRape Görsel: Büyük ihtimal benden sonra huzur içinde olacaklar.
20Ayrıca kanun çıkaranlara, bir kadının ağzından çıkanlara bu kadar itimat ederek diğer kişinin söylediklerini alâkasız kılan bir yasayı nasıl çıkardıklarını sormak istiyorum.
21ফেসবুক ব্যবহারকারী জ্যোতি তিওয়ারিও যুক্তি প্রদান করেছে যে স্ত্রী এবং স্বামী উভয়ের ক্ষেত্রে যৌন নির্যাতন প্রতিরোধে আইনের নিরপেক্ষ থাকা এবং লিঙ্গীয় দুর্বলতা পরিহার করা উচিত:Diğer kişi de dinlenmemeli mi? Babam ve abim, hiçbir kanıt olmadan sadece karımın sözüyle polis tarafından tutuklandı.
22প্রতি পাঁচজন স্ত্রীর একজন; কোন না কোন ভাবে একটা পর্যায়ের তার স্বামীকে (শারীরিক, অর্থনৈতিক, মানসিক, আবেগ এবং অবশ্যই আইনের মাধ্যমে) ধর্ষণ করে।Hiç polis karakolu görmeyen ailem şimdi sırayla gitmek zorunda. Hiçbir delil olmadan Suçlu damgası vurulduk.
23গত বছরের ডিসেম্বরে সংঘঠিত ভারতকে বিস্ময়ে হতবাক করে দেওয়া দিল্লি গণধর্ষণের বিষয়ে মন্তব্য করতে গিয়ে এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ভারতীয়দের বিস্মিত করেছিলেন এই দাবী করে যে শতকরা ৬০ ভাগ ধর্ষণের মামলা হচ্ছে ভুয়া।Facebook kullanıcısı Jyoti Tiwari de her partneri cinsel istismara karşı korumak için yasanın her iki cinse de uyacak şekilde ve tarafsız olması gerektiğini savunuyor:
24“ধর্ষণের যে সমস্ত অভিযোগ আমরা গ্রহণ করি তার ৬০ শতাংশ ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিত, আর আমরা এই সমস্ত অভিযোগ যখন নিবন্ধিত করি তখন অনেক সময় আমরা অনুভব করি যে এই সমস্ত ঘটনার কারণে আমরা সত্যিকার ভাবে ঘটা ধর্ষণের ঘটনা নিয়ে সে ভাবে কাজ করতে পারি না যে ভাবে তা করা দরকার।Her beş kadından biri elbet bir vakit kocasına tecavüz ediyor (fiziksek, mali, akli, duygusal ve tabi ki yasal) # hangtherapist‬ [Tecavüzcüyü Asın] ‪# maritalrape‬ !