# | ben | tur |
---|
1 | একদা বিলুপ্ত হয়েছে বলে বিশ্বাস করা লিমা অর্কিড আবারও পেরুভীয় রাজধানীতে ফুটেছে | Neslinin Tükendiğine İnanılan Lima Orkidesi, Peru'nun Başkentinde Yeniden Çiçekleniyor |
2 | বিভিন্ন ধরনের অর্কিড। | Farklı orkide türleri. |
3 | CC BY-SA 3.0 লাইসেন্স-এর অধীনে উইকিমিডিয়া কমোন্স-এ প্রকাশিত ছবি। | Fotoğraf Wikimedia Kynaklarında CC BY-SA 3.0 izniyle paylaşılmıştır. |
4 | ৫০ বছরেরও বেশী সময় ধরে লিমা অর্কিডকে একটি লোপ পাওয়া প্রজাতি বলে মনে করা হয়েছিল; কিন্তু পেরুভীয় কৃষি মন্ত্রণালয়ের একটি অংশ জাতীয় বন ও বন্যপ্রাণী সেবা বিভাগে কর্মরত একটি দলের কাছ থেকে সুখবর আসে: | 50 yıldan uzun bir süredir, Lima Orkidesi'nin nesli tükenmiş bir tür olduğuna inanıldı; fakat, Peru Doğal Yaşam Başkanlığı'nın bir kolu olan National Forest and Wildlife Service (Ulusal Orman ve Doğal Yaşam Servisi) tarafından bir ekip iyi haberler verdi: |
5 | বিশেষজ্ঞদের একটি দল রিমাক নদীর অববাহিকায় বিশেষত পাহাড়ে দেখা যায় এমন ধরনের অর্কিডের কিছু নমুনা জলভাগের কাছাকাছি খুঁজে পেয়েছে। | Uzmanlardan oluşan ekip, Rimac nehir koyuna özgü tepelerde bir su kaynağının yakınında bu orkidenin bazı kalıntılarını buldu. |
6 | এই পৌরানিক ফুল সম্পর্কে গুজব খুব শীঘ্রই ছড়িয়ে পড়লো, যে ফুলটি ৫০ বছরেরও বেশী সময় ধরে লোপ পেয়েছে বলে বিশ্বাস করা হতো। | 50 yılı aşkın bir süredir neslinin tükendiğine inanılan bu efsanevi çiçek hakkındaki söylentiler çok yakında gerçek olacak. |
7 | এই সংবাদটি টুইটারে ধ্বনিত হয়েছে: | Haberler Twitter'da yankılandı: |
8 | লিমার অর্কিড ‘ক্লোরাইয়া উন্ডুলাটা' পুনরাবির্ভূত হয়েছে, যদিও এটি লুপ্ত হয়েছে বলে বিশ্বাস করা হয়েছিল। | Lima Orkidesi, “Chloraea undulata”nın doğada tükendiğine inanılmasına rağmen yeniden ortaya çıktı. |
9 | উপভোগ করুন। | Keyfini yaşayın. |
10 | এখন এর যত্ন নেয়া ও এটিকে সংরক্ষণ করার দায়িত্ব কর্তৃপক্ষ ও জনগণের উপর। | Şimdi ise bakımı ve koruma altına alınması yetkililer ile halka kalmış bir şey. |