# | ben | tur |
---|
1 | #সেভসামান: প্রাণদণ্ডের হাত থেকে ইরানের সামান নাসীমকে-বাঁচানোর শেষ মুহুর্তের প্রচেষ্টা | İran'da Saman Naseem'i İdamdan Kurtarmak İçin Son Gayret: #SaveSaman |
2 | ছবি সম্পাদনা কেভিন রথরকের | Kevin Rothrock tarafından düzenlenen resim. |
3 | | Şu an 22 yaşında olan, beş yıl önce henüz küçük yaştayken, bir silahlı muhalefet örgütü üyesi olmasından dolayı tutuklanan Saman Naseem'in İran hükümeti tarafından idam edilmesini engellemek için tüm dünyadan aktivistler toplanıyor. |
4 | ইরান জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সনদে স্বাক্ষর করেছে এবং মানবাধিকার কর্মীরা বলছে যে নাসীম-এর এই প্রাণদণ্ড কার্যকর হলে তা হবে এই সনদ মেনে চলার প্রতিশ্রুতির লঙ্ঘন; | BM Çocuk Hakları Sözleşmesi‘nde İran'ın imzası var ve insan hakları görevlileri Naseem'in idamının sözleşmenin yükümlülüklerini çiğneyeceğini belirtiyorlar. |
5 | আন্তর্জাতিক আইনে অপ্রাপ্তবয়স্কদের প্রাণদণ্ড কার্যকার পরিষ্কারভাবে নিষিদ্ধ। | Uluslararası hukuk kesinlikle çocuk idamını yasaklıyor. |
6 | আমনেস্টি ইন্টারন্যাশনাল আজকের এই দিনে, ১৯ ফেব্রুয়ারি তারিখে নির্ধারিত এই প্রাণদণ্ড কার্যকর বন্ধের আহ্বান জানিয়ে গ্রহণ করা এক কর্মসূচির নেতৃত্বে এগিয়ে এসেছে। | #SaveSaman #Iran Uluslararası Af Örgütü, bugün, 19 Şubat için planlanan idamı durdurmak için eylem çağrısı yürütmekteydi. |
7 | অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার উপ পরিচালক হাসিবা হাজি শাহারোউয়ি ব্যাখ্যা করেছেন: | Uluslarlarası Af Örgütü Orta Doğu ve Kuzey Afrika Yardımcı Direktörü Hassiba Haj Sahraoui, açıklamada bulundu: |
8 | ইরানী কর্তৃপক্ষ এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রস্তুত হচ্ছে, যার উপর ৯৭ দিন দিন ধরে ‘অপরাধ স্বীকারের' জন্য অত্যাচার করা হয় যখন তার বয়স ছিল ১৭ বছর, যে আপরাধ মোটেও বিশ্বাসযোগ্য নয়. .. | İran yetkilileri, inanılması güç bir durum olarak 17 yaşındayken 97 gün boyunca ‘itiraf' etmesi için işkence edilen genç adamı idam etmeye hazırlanıyor. |
9 | অতিসত্বর সামানের এই মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করতে হবে;তার বিরুদ্ধে আনীত অভিযোগ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করতে হবে। | … Saman'ın infazı acilen durdurulmalı ve dava baştan aşağı tekrar gözden geçirilmelidir. |
10 | অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশিত নাসীমের এক চিঠিতে, সে বলছে তাকে গুরুতর অবস্থায় কারারুদ্ধ করে রাখা হয়েছে : | Uluslararası Af Örgütü tarafından yayınlanan bir mektupta, Naseem hapis dönemindeki koşullarının çok ağır geçtiğini söyledi: |
11 | প্রথম দিনেই, আমার উপর এতটাই প্রচণ্ড অত্যাচার করা হয়েছিল যে, আমি আর হাটতে পারছিলাম না। | İlk günlerde, işkence o kadar ağırdı ki yürüyemiyordum. |
12 | আমার সাড়া শরীরে মারের দাগ পড়ে গিয়েছিল। | Vücudumun tamamı siyah ve maviydi. |
13 | তারা ঘন্টা খানেক সময় ধরে আমার হাত ও পা বেঁধে ঝুলিয়ে রাখে। | Beni saatlerce ellerimden ve ayaklarımdan astılar. |
14 | জিজ্ঞাসাবাদের এই পুরো সময়টা আমার চোখে কাপড় বেঁধে রাখা হয়েছিল এবং আমার উপর অত্যাচার চালানো হয়েছিল, এর ফলে যে জিজ্ঞাসাবাদকারী ও অত্যাচার করা কর্মকর্তাকে দেখতে পাইনি। | Tüm işkence ve sorgulama sırasında gözlerim bağlıydı ve görevlileri göremiyordum. |
15 | তারা বারবার আমাকে বলছিল যে তারা আমার পরিবারের সদস্যদের গ্রেফতার করেছে, যার মধ্যে আমার বাবা, মা এবং ভাই রয়েছে। | Defalarca babamı, annemi, kardeşimi belirterek ailemi tutukladıklarını söylediler. |
16 | তারা আমাকে বলছিল যে তারা সেখানেই আমাকে মেরে ফেলবে এবং আমার কবর সিমেন্ট দিয়ে ঢেকে ফেলবে। | Beni orada öldüreceklerini ve mezarımı çimentoyla kaplayacaklarını söylediler. |
17 | যখন আমি রাতের বেলা ঘুমানোর চেষ্টা করতাম, তারা বিভিন্ন যন্ত্র দিয়ে শব্দ তৈরীর মাধ্যমে আমার ঘুমাতে দিত না, সাথে তারা সারারাত ধরে দরজায় শব্দ করত। | Geceleri uyumak istediğimde, sürekli kapıya vurmak dahi çeşitli aletlerle ses çıkararak uyumama izin vermiyorlardı. |
18 | আমি উন্মাদনা এবং চৈতন্যের মাঝামাঝি এক অবস্থায় ছিলাম। | Aklımda delilik arasında gidip geliyordum. |
19 | এই পুরো সময়ে আমার পরিবারের সাথে আমার কোন যোগাযোগ ছিল না। | Bu vakit boyunca ailemle iletişimim yoktu. |
20 | এই শুনানী চলাকালীন সময় আদলতের প্রধান বিচারপতি বেশ কয়েকবার আমাকে আরো প্রহারের হুমকি দিয়েছিল এবং আমার আইনজীবীকে চাপের মুখে সেখান থেকে সরে যেতে বাধ্য করা হয়। | Duruşmada, duruşma hakimi bile beni daha fazla dayak ile birkaç kez tehdit etti ve avukatlarım baskı altında gönderildi. |
21 | #সেভসামান নামক এক হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে এতে ইরানের কর্মকর্তাদের ট্যাগ বা যুক্ত করে নাসীমের মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন জানানোর জন্য এক স্যোশাল মিডিয়ার প্রচারণার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। | #SaveSaman (Saman'ı Kurtarın) adlı hashtag altında bir sosyal medya hareketi İran yetkililerini Naseem'in idamını durdurmaları için yürütülüyor. |
22 | অনেক টুইটার ব্যবহারকারী @খামেনেই_আইআর নামক টুইটার একাউন্টকে এতে যুক্ত করেছে, যা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ সাইয়েদ আলি খামেনেই-এর। | Birçok Twitter kullanıcısı, İran'ın Dini Lider'i Ayatollah Seyed Ali Khamenei'nin hesabı olan @khamenei_ir‘i etiketliyor. |
23 | ইরানঃ সামান নাসীম-এর মৃত্যুদণ্ড প্রদান স্থগিত কর এবং অপ্রাপ্ত বয়স্কদের মৃত্যুদণ্ডের মত শাস্তি আর নয়। | İran: Saman Naseem'in idamını durdurun & çocuklara #DeathPenalty (İdam Cezası) son bulsun! |
24 | Beaten for hours on Sunday to force a ‘confession'. | #SaveSaman |
25 | Ask @khamenei_ir to #SaveSaman before his execution in two days pic.twitter.com/VYTd6wGVuL - AmnestyInternational (@AmnestyOnline) February 17, 2015 ‘ | Pazar günü bir ‘itiraf' için saatlerce dövüldü. |
26 | | İki gün içindeki idamından önce @khamenei_ir‘den #SaveSaman (Saman'ı Kurtarmak için) talep edin. |