# | ben | tur |
---|
1 | ভিডিও: জাপানের ইউরাতো দ্বীপপুঞ্জ যেভাবে সুনামির ধকল কাটিয়ে উঠলো | Japonya'nın Urato Adaları Tsunami Ardından Hayata Dönüyor |
2 | উত্তরপূর্ব জাপানের মাতসুশিমা। | Matsushima, Kuzeydoğu Japonya. |
3 | ছবি কৃতজ্ঞতা উইকিমিডিয়া ব্যবহারকারী কুমামুশি। . | Görüntü: Wikimedia kullanıcısı Kumamushi. |
4 | ইউরাতো দ্বীপপুঞ্জের অবস্থান জাপানের উত্তরপূর্ব অঞ্চলে। | Kuzeydoğu Japonya'da bulunan Urato Adaları bin yılı aşkın süredir güzelliğiyle tanınmakta. |
5 | হাজার হাজার বছর ধরে জাপানিরা দ্বীপটিকে চিনে এসেছে এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। তাছাড়া জাপানের তিনটি প্রধান অপরূপ প্রাকৃতিক কেন্দ্রের একটি এই দ্বীপ। | Maysushima Koyu'ndaki adalar Japonya'nın “en güzel manzaralı üç yeri“nden birisi ve büyük ölçüde rural olan bölge varlığını Neolitik zamanlardan beri denize borçlu. |
6 | সেই নিওলিথিক সময় থেকেই এখানকার মানুষজন সমুদ্র নির্ভর জীবনযাপন করে আসছে। তবে ২০১১ সালের ১১ মার্চ সবকিছুর পরিবর্তন হয়। | Fakat her şey 11 Mart 2011 tarihinde büyük bir deprem ile tetiklenen yıkıcı tsunami ile değişti, bölgedeki tüm küçük balıkçı toplulukları sular altında kaldı. |
7 | ওইদিন ভয়াল সুনামি আঘাত হানে। | |
8 | দ্বীপে বসবাসকারী জেলে সম্প্রদায়ের ভাগ্যে বিপর্যয় নেমে আসে। মাত্র একঘণ্টার সুনামিতে ঘরবাড়ি, ঝিনুকের আবাসস্থল লণ্ডভণ্ড হয়ে যায়। | Bir saat içerisinde evlerden istiridye yataklarına her şeyi sel süpürmüştü, en az 2.000 yıldır Matsushima Koyu'nun ekosistemi ile insanların birlikte var olmasını sağlayan satoyama[Bir arazi çeşidi] helak oldu. |
9 | অথচ প্রায় ২ হাজার বছর ধরে মাতসুশিমা উপসাগরের এই দ্বীপভূমিতেই মানুষ ও অন্যান্য প্রাণিকুল বসবাস করে আসছিলো। উল্লেখ্য, একটি ব্যাপক মাত্রার ভূমিকম্প থেকে এই সুনামির উৎপত্তি হয়েছিল। | Birleşmiş Milletler Üniversitesi Gelişmiş Sürdürülebilirlik Çalışmaları Enstitüsü (UNU-IAS) tarafından yayınlanan yeni bir videoda Urato'daki çeşitli ada topluluklarının felaketten yıllar sonra nasıl toparlandığı ve istiridyecilik gibi geleneksel işletmeleri canlandırmaya koyulduğunu gösteriyor. |
10 | ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ফর দ্য অ্যাডভান্সড স্টাডি অব সাসটেইনাবিলি (ইউএনইউ-আইএএস) একটি প্রকল্পের অংশ হিসেবে এই ভিডিও বানিয়েছে। | Satoyama Girişimi‘nin bir parçası olarak Japonya'nın Tohoku Üniversitesi UNU-IAS ile Urato'daki ada topluluklarını da içeren Matsushima ekosistemini canlandırmak için birlikte çalışıyor. |
11 | প্রকল্পের উদ্দেশ্য ছিল, সুনামির পরের সময়ে ইউরাতোর বিভিন্ন সম্প্রদায় কীভাবে সুনামির ধকল কাটিয়ে উঠলো, ঝিনুক চাষের মতো ঐতিহ্যবাহী শিল্পগুলো আবার চালু করতে সক্ষম হলো, তার তথ্য সংগ্রহ করা। | |
12 | ইউএনইউ-আইএএস-এর পাশাপাশি জাপানের তোহুকু বিশ্ববিদ্যালয় এবং স্যাটোয়ামা ইনিশিয়েটিভ এই প্রকল্পের সাথে আরো যুক্ত রয়েছে। | Japonya Çevre Bakanlığı tarafından önderlik edilen Satoyama Girişimi ve UNU-IAS, doğal habitatları ve insan aktivitelerini dengeleyen tarım, ormancılık, balıkçılıkta kullanılan arazileri düzenlemeyi amaçlıyor. |
13 | তারাও ইউরাতোর দ্বীপবাসীসহ মাতসুশিমার ইকোসিস্টেম পুনর্জীবনে সহযোগিতা করছে। | Bu tür arazilere Japonca'da satoyama deniliyor. |
14 | জাপানের পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনইউ-আইএএস যৌথভাবে দ্য স্যাটোয়ামা ইনিশিয়েটিভ পরিচালনা করছে। | |
15 | জাপানে স্যাটোয়ামা বলতে পাহাড়ি অঞ্চলে আবাদ যোগ্য সমতল ভূমিকে বোঝায়, যেখানে কৃষিকাজ, বনায়ন, মাছ চাষ করার পাশাপাশি অন্যান্য প্রাণিকুলও নিশ্চিন্তে বসবাস করতে পারে। | |
16 | সুনামিতে ক্ষতিগ্রস্ত দ্বীপকে স্যাটোয়ামার মতো করে গড়ে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য। | |