# | ben | tur |
---|
1 | আমেরিকান-ইহুদি সাংবাদিক ম্যাক্স ব্লুমেনথালের গাজা সফর এবং একটি বিধ্বস্ত শহরের টুইট চিত্র | Yahudi ABD Vatandaşı Gazeteci Max Blumenthal Gazze'yi Ziyaret Etti ve Yıkılmış Şehrin Fotoğraflarını Tweet Attı |
2 | আজ গাজার বেইতহানুনের চিত্র এটি - ব্যাপক ক্ষয়ক্ষতির প্রত্যক্ষদর্শী হিসেবে @মাক্সব্লুমেন্থাল তার করা আলোকচিত্র সিরিজের প্রথমে টুইট করেছেন। | Tanık olduğu hasarın boyutunu göstermek için Twitter'a koyduğu fotoğraf serisinin ilki ile birlikte; “Burası Beyt Hanun, Gazze.” |
3 | আমেরিকান বংশোদ্ভূত ইহুদি সাংবাদিক, লেখক এবং ব্লগার ম্যাক্স ব্লুমেনথাল গত ১৫ আগস্ট তারিখে ইসরাইলের সাথে গাজার উত্তর-পূর্বাঞ্চলীয় সীমানা বেইতহানুন সফর করেছেন। | |
4 | এ সময় ফিলিস্তিন ভিত্তিক সাংবাদিক ড্যান কোহেন তাঁর সাথে ছিলেন। | Diye tweet atıyor @MaxBlumenthal. |
5 | হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির সংকেত পাবার আগেই গাজাবাসী এর সুযোগ নেয়ার চেষ্টা করতে শুরু করেছে। | Yahudi ABD vatandaşı, gazeteci, yazar ve blogcu Max Blumenthal, 15 Ağustos'ta, kuzeydoğu sınırında İsrail olan Beyt Hanun, Gazze'yi ziyaret etti. |
6 | এই ধ্বংসাবশেষ থেকে তারা যতোটুকু পেরেছেন তাদের সহায় সম্পত্তি উদ্ধারের চেষ্টা করছেন। | Filistin esaslı gazeteci Dan Cohen tarafından eşlik edildi. |
7 | গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির আগে গাজাতে চালানো আক্রমণে ১,৯৫১ জন লোক নিহত হয়েছেন। | Hamas ile İsrail arasında epeyce umulan ateşkesten yararlanan Gazzeliler enkazlar arasında ellerinden geldikçe eşyalarını kurtarmaya çalışıyorlardı. |
8 | নিহতদের মাঝে ৭০ টিরও বেশি সংখ্যক পরিবার এবং ৪৬৭ টি শিশু রয়েছে। ইসরায়েলি এনজিও বিটিসেলেম কমপক্ষে ১,৭৬৭ জন গাজাবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। | Ateşkesten önce, Gazze Sağlık Bakanlığı'na göre, Gazze'deki taarruz birlikleri, 70 aile ve 467 çocuktan fazlasını içeren 1951 insanın yaşamına son verdi. |
9 | তাদের মাঝে ৪৩১ টি শিশু রয়েছে। | |
10 | জাতিসংঘের হিসাব মতে, শতকরা ৭৩ থেকে ৮০ শতাংশ বেসামরিক লোক যুদ্ধে নিহত হয়েছেন। ব্লুমেনথাল এবং কোহেন “সম্পূর্ন ভাবে দেয়ালের সাথে সেঁটে যাওয়া” একটি শহর দেখলেন। | İsrailli Sivil Toplum Kuruluşu B'TSelem en az 1767 Gazzeli ve 431 çocuğun ölümünü doğruluyor iken [eng], Birleşmiş Milletler'e göre [eng] öldürülen sivil yüzdesi %73 ile %80 arasında. |
11 | শহরটি ইসরায়েলি বিমান এবং ট্যাংক আক্রমণের আঘাতে বিধ্বস্ত। জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ের উপর ২৪ জুলাই তারিখে ইসরায়েল হামলা চালালে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়। | Blumenthal ve Cohen'in gördükleri, halbuki, İsrailli hava ve tank saldırıları tarafından “tamamen düzleştirilmiş” bir şehir. |
12 | ঘটনাটি বেইতহানুনকে সারা বিশ্ব জুড়ে শিরোনামে পরিণত করেছে। জাতিসংঘ বিদ্যালয়টি খালি করার জন্য আইডিএফ এর কাছ থেকে সময় চেয়ে নেয়া সত্ত্বেও তারা বিদ্যালয়টির উপর হামলা চালায়। | 24 Temmuz'da, Birleşmiş Milletler'in tahliye için vakit istemesine rağmen İsrail Savunma Kuvvetleri'nin bir Birleşmiş Milletler okuluna saldırmasının ardından 15 sivilin ölmesi ile birlikte dünya çapında Beyt Hanun manşetleri atıldı. |
13 | দূর্ভাগ্যবশত একটি বিদ্যালয়ের উপর আক্রমণ চালিয়ে এই ধ্বংস লিলা শেষ হয়নি। আরও কিছু নমুনা আপনারা নিচে দেখতে পাবেন। | Ne yazık ki, aşağıda göreceğiniz üzere yıkım bir okulun harap olmasıyla sınırlı değildi. |
14 | তাদের সফরের টাইমলাইন নিচে দেয়া হলঃ | Aşağıdaki, ziyaretlerinin zaman çizelgesidir: |
15 | ইসরায়েলি বিমান এবং ট্যাংক হামলায় বেইতহানুন মাটির সাথে মিশে গেছে। | Beyt Hanun İsrailli hava ve tank saldırılarıyla tamamen düzleştirilmişti. |
16 | ইসরায়েলি সৈন্যদের দখল করা বেইতহানুনের একটি বাড়ির মেঝে বুলেটের খোসা দিয়ে ভরে গেছে। | Beyt Hanun'da İsrail askerleri tarafından ele geçirilen bir ev, zemini mermi kovanları ile dolmuş. |
17 | তিনি বলেছেন, ইসরায়েলি সৈন্যরা তাঁর ভাইয়ের টেবিলের উপর থেকে তাঁর কিছু কাগজ পত্র এবং অন্যান্য কিছু জিনিস নিয়ে গেছে। | İsrail askerlerinin, kardeşinin belgelerini ve kişisel eşyalarını yağmaladıklarını söylüyor. |
18 | তাঁর বাড়িটি ধ্বংস করে দিয়েছে। | Harap halindeki evi. |
19 | বেইতহানুন শহরে ইসরায়েলি সৈন্যদের ফেলে যাওয়া কিছু কাপড়। | Beyt Hanun'da İsrail askerleri tarafından bırakılmış bazı kıyafetler. |
20 | বেইতহানুন শহরের একটি সমাধিক্ষেত্র। | Beyt Hanun'da bir mezarlık. |
21 | এমনকি তারা মৃত ব্যক্তিদের উপরেও বোমা বর্ষণ করেছেন। | Ölüleri bile bombalıyorlar. |
22 | বেইতহানুন শহরেও @ড্যানকোহেন৩০০০ কয়েকজন নতুন ভক্ত খুঁজে পেয়েছেন। | @dancohen3000 Beyt Hanun'da yeni hayranlar buluyor. |
23 | ইসরায়েলের বোমার আঘাতে জাতিসংঘ বিদ্যালয়ের আঙিনা। এখানে ১৭ জন লোক মারা গেছেন এবং ১৫০ জন আহত হয়েছেন। | 17 kişinin ölüp 150 kişinin yaralandığı İsrail tarafından bombardıman edilen BM okulunun bahçesi. |
24 | বেইতহানুন শহরের জাতিসংঘ বিদ্যালয়ের শ্রেনীকক্ষে ইসরায়েল এফ-সিক্সটিন দিয়ে আক্রমণ চালিয়েছে। | Beyt Hanun'un BM okulunda, İsrailliler onun okulunu F-16'lar ile bombaladı. |
25 | বিদ্যালয় ধ্বংস | Okul cinayeti. |
26 | আজ আমি অপ্রত্যাশিতভাবে হামলায় যত জন আহত ব্যক্তির সন্ধান পেয়েছি তাদের মাঝে তিনি অন্যতম। | |
27 | তিনি বেইতহানুন শহরের জাতিসংঘ বিদ্যালয়টির পেছনে বসবাস করেন। | Bugün rastgele karşılaştığım bir kaç yaralıdan biri. |
28 | তাঁর বাড়ি থেকে ইসরায়েল ৭০০ মিটার দূরে অবস্থিত। | Beyt Hanun BM okulunun arkasında yaşıyor. |
29 | ইসরায়েল হামলা তাঁর কমলার বাগান উপড়ে ফেলেছে। | İsrail 700m ötede. |
30 | তাঁর কুয়াটি ২০০৫ সালের হামলায় নষ্ট করে দিয়েছে। আর অবশেষে গত মাসে তাঁর বাড়িটির উপর বোমা হামলা চালিয়েছে। | 2005'te onun portakal bahçelerini yerinden etti, kuyularını yıktı ve geçen ay evini bombaladı. |
31 | একজন কৃষক আমার কাছে বর্ননা করেছেন, কীভাবে ইসরায়েল তাঁর পরিবারের ৮ জন সদস্যকে হত্যা করেছে। | |
32 | তাঁর চাচাতো ভাই আমাকে একগুচ্ছ আঙুর এবং ঠান্ডা পানি খেতে দিয়েছিলেন। অত্যন্ত মহৎ একজন মানুষ। | İsrail evini yıkmadan önce, Beyt Hanun'da Reham adında bir kız bu odada yaşıyordu. |
33 | বেইতহানুন শহরে রেহাম নামে একটি মেয়ে তাঁর কক্ষে বাস করেছেন, যতক্ষন না ইসরায়েল তাঁর বাড়িটি ধ্বংস করে দিয়েছে। | |
34 | বেইতহানুন শহরে ১৯৪৮ সাল থেকে আজ অবধি হামলা চলছে। | 1948 bugün Beyt Hanun'da devam ediyor. |
35 | @ম্যাক্সব্লুমেনথাল এবং @ড্যানকোহেন৩০০০ দেয়া প্রতিবেদন অনুযায়ী, গাজার বাড়িগুলোতে ইসরায়েলি সৈন্যরা ডেভিডের তারকা খোদাই করেছেন। | İsrail askerleri Gazze'de evlere Davut Yıldızı kazıdı, haber @MaxBlumenthal & @dancohen3000 http://t.co/GB3QeEyzWi |
36 | বেইতহানুন শহরে বসতবাড়ি হিসেবে ব্যবহৃত একটি জায়গাতে দেয়ালে লেখা হয়েছেঃ ফিলিস্তিন ৩, ইসরায়েল ০। | Beyt Hanun'da eskiden bir eve ait olan duvarda yazılı olan: Filistin 3, İsrail 0. |
37 | তাঁর বাড়িটি এখন মাটির একটি গর্তে পরিণত হয়েছে। | Evi yerde bir deliğe dönüştürüldü. |
38 | তিনি জানেন আমি কোথা থেকে এসেছি। | Nereli olduğumu öğreniyor. |
39 | তাই বললেন, “নেতানিয়াহু এবং ওবামা সমানভাবে অপরাধী!” | “Netanyahu ve Obama eşit derecede suçlu!” |
40 | কৃষকের বাড়িটির শুধুমাত্র সদর দরজাটি টিকে আছে। | Çiftçinin evinin sadece girişi duruyor. |
41 | বেইতহানুনর বালক ও বালিকা বিদ্যালয়টির পুড়ে যাওয়া শ্রেণীকক্ষগুলো রয়ে গেছে। | Beyt Hanun'da kız ve erkek okulunda bir sınıfın yanık kalıntıları. |
42 | গাজা শহরের আমিন মোহাম্মাদ মসজিদ। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী সূত্র বলেছে, ইহুদি নয় এমন প্রার্থনাকারীরা প্রথম জনসংখ্যাতাত্ত্বিক হুমকি দেয়া শুরু করেছে | Gazze Şehri'nin Emin Muhammed camisi, İsrail ordu kaynaklarının belirttiği üzere, demografik tehditlerin Yahudi harici ibadetleri ortaya çıkardığı yer. |
43 | গাজা শহরের আমিন মোহাম্মাদ মসজিদের ভেতর ভাগ। হামলা শুরু হওয়ার পর থেকে এটি জন শূন্য এবং তালাবদ্ধ অবস্থায় রয়েছে। | Gazze Şehri'nin Emin Muhammed camisinin içi, vurulduğunda kitli ve boştu. |
44 | ফাদেল আলাওয়া একজন আহত ব্যক্তিকে গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। | Fadel Alawah yaralı bir adamı hastaneye götürdü, mücadeleci olduğunu bilmiyordu. |
45 | তিনি জানতেন না আহত ব্যক্তিটি একজন যোদ্ধা ছিলেন। | İnsansız hava aracının arabasına yaptığı. |
46 | অতঃপর একটি ড্রোন তাঁর গাড়ির কি অবস্থা করেছে তা এখানে দেখুন ফাদেল আলাওয়ার জুতা সেই ট্যাক্সিটির ভিতর রয়ে গেছে। | Fadel Alawah'ın saati 8$'a günde 12 saat çalıştığı taksisinin içinde ayakkabısı duruyor. |
47 | এই ট্যাক্সিটি দৈনিক ১২ ঘন্টা চালিয়েই তিনি জীবিকা নির্বাহ করে থাকেন। | |
48 | ট্যাক্সি চালিয়ে ঘন্টায় তিনি ৮ মার্কিন ডলার পেতেন। | Gazze çevresinde sürekli kurumuş ayakkabılar buluyorum. |
49 | সমস্ত গাজা জুড়ে আমি আমার ঝলসে যাওয়া জুতা জোড়া খুঁজছি। | Bana ne anımsattıklarını söyleyemem. |
50 | আমি বলে বোঝাতে পারবো না জুতাটির সাথে আমার কত স্মৃতি জড়িয়ে আছে। | |
51 | এগুলো আমি শুজাইয়াতে পেয়েছিলাম | Bu Şucaiyye'de idi. |
52 | ইসরায়েলি গুলিতে খুন হওয়া সালেম শামালির পরিবারকে ভিডিওতে দেখা যাচ্ছে। | Salem Shamali, vidyo kaydında, ailesini ararken İsrailli bir keskin nişancı tarafından öldürüldü. |
53 | তিনি যখন তাঁর পরিবারকে খুঁজছিলেন তখন গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়। @আয়মানএম'এর প্রতিবেদনটি আবার দেখার পর সালেম শামালির মা একেবারে ভেঙ্গে পড়েছেন। | Salem Shamali'nin annesi, @AymanM‘in, oğlunun İsrailli keskin nişancı tarafından infaz ediliş haberini tekrardan izlerken kendinden geçiyor. |
54 | কিভাবে তাঁর ছেলে ইসরায়েলের খুনির হাতে নিহত হয়েছেন তা প্রতিবেদনটিতে দেখানো হয়েছে। | |
55 | ওয়াসিম শামালি তাঁর বড় ভাই সালেমকে হারিয়ে খুব ভেঙ্গে পড়েছেন। | Waseem Shamali abisini, Salem'İ özlüyor. |
56 | তাঁর সম্পর্কে কথা বলতে যেয়ে তিনি শুধু অঝোর ধারায় কাঁদছেন। | Ağlamadan onun hakkında konuşamıyor. |
57 | শামালি পরিবার তাদের ছেলে সালেম হত্যার কোন বিচার পায়নি। | Shamali ailesi oğulları Salem'in cinayeti için adalete ulaşamadı. |
58 | তাঁর পরিবর্তে এগুলো পেয়েছে | Yerine, bunlar verildi. |
59 | বেইতহানুন শহরে হামজা মাসরি তাঁর উজাড় হওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। তিনি জোর গলায় দাবি করেছেন নেতানিয়াহু ছাড়া অনেক ভালো মনের ইসরায়েলি লোকও আছেন। | Hamza Masri, Beyt Hanun'da yıkıma uğramış evinin önünde duruyor ve Netanyahu'ya rağmen bazı iyi İsraillilerin olduğu konusunda ısrar ediyor. |
60 | হামজা মাসরির বয়স ৬২ বছর। তিনি অনেক ইসরায়েলি ইহুদির সাথে পরিচিত হয়েছেন। | Şucaiyye, Beyt Hanun, Gazze Şehri - Benim ve @dancohen3000‘ın bazı fotoğrafları. |
61 | তাঁর নাতি-নাতনিরা ইসরায়েলি অবরোধের অধীনেই বড় হয়েছেন। | |
62 | তাদের মধ্য থেকে একজন আমাকে বললেন, “আমরা শুধুমাত্র হামলাকারী ট্যাংকে বসে থাকা ইহুদিদের দেখা পেয়েছি”। | |
63 | গাজা শহরের বেইতহানুন, শুজাইয়া - আমার এবং @ড্যানকোহেন৩০০০ এ পোস্ট করা কয়েকটি টুইট। | Detaylı olay kaydımızı takip edin: #Gaza: Sivil Ölü Sayısı İsrail Hücum Kuvvetlerinde Artıyor |
64 | #গাজাঃ ইসরায়েলি আক্রমণে বেসামরিক নাগরিক মৃত্যুর পাহাড়ঃ হ্যাশট্যাগটিতে আমাদের পুঙ্খানুপুঙ্খ কভারেজ অনুসরণ করুন। | |