# | ben | tur |
---|
1 | বাংলাদেশ: বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হলগুলো | Bangladeş: Sinema Salonlarının Ölümü |
2 | সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা একসময় প্রতিটি বাঙালির কাছে ছিল একটি আকর্ষণীয় বিষয়। | Bengalliler için salonlarda film izlemek bir zamanlar boş zamanlarını değerlendirmenin en popüler şekliydi. |
3 | ছুটির দিনে কিংবা অন্য কোনো উপলক্ষে পরিবারের সবাই মিলে সিনেমা হলে যাওয়াও একটা ব্যাপার ছিল। | Adetler özel günlerde veya tatil günlerinde mutlaka sinemaya gitmeyi gerektirirdi. |
4 | সিনেমার মতো করে কথা বলা, পোশাক পরা সংস্কৃতির অংশ ছিল। | Popüler kültür yeni bir film oynamaya başladığında yıldızların duruşlarını ve giyimlerini taklit etmeye dayanırdı. |
5 | বর্তমানে সিনেমা পাগল বাঙালি সিনেমা হল বিমুখ। চলচ্চিত্রশিল্প পড়েছে হুমকি মুখে। | Ama şimdilerde Bengalli sinemaseverler artık salonları doldurmuyor ve ülkenin cinema salonları birer birer kapanıyor ve yerlerine alışveriş merkezleri dikiliyor. |
6 | একে একে বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হলগুলো। সেখানে নির্মিত হচ্ছে শপিংমল। | Haberlere göre sadece geçtiğimiz on yılda yüzlerce sinema salonu kapandı [bn]. |
7 | গত দশকে প্রায় হাজারের মত সিনেমা হল বন্ধ হয়েছে। শুধু তাই নয়, আগে যেখানে বছরে ১০০টির মতো সিনেমা তৈরি হতো, এখন সেটা নেমে এসেছে ৩০-৪০টিতে। | Daha önce her yıl 100 sinema salonu inşa edilirken bu rakam şimdilerde 30-40'a düştü [bn]. |
8 | সিনেমা নিয়ে নিয়মিত ব্লগ লিখে থাকেন দারাশিকো। | Darashiko düzenli olarak sinema hakkında blog yazıları yazıyor. |
9 | তিনি তার ব্লগে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের একটি সাম্প্রতিক চিত্র তুলে ধরেছেন: | Burada Bengladeş film sanayii hakkındaki son görüşlerini paylaşmış [bn]: |
10 | শ্যামলী সিনেমা হল এখন স্মৃতি। | Şyamoli Sinema Salonu artık sadece bir anı. |
11 | হল ভেঙে এখানে তৈরি হচ্ছে ১৪-তলা শপিং কমপ্লেক্স। | Yerine 14 katlı bir alışveriş merkezi yapılıyor. |
12 | ছবি উইকিপিডিয়ার সৌজন্যে। | Fotoğraf: Wikipedia |
13 | বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বোধহয় বর্তমানে সবচে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। | Bengladeş sinema endüstrisi en kötü zamanlarını yaşıyor. |
14 | দেশে ১৯৯০-৯১ সালে সিনেমা হলের সংখ্যা ছিল প্রায় ১২৩০টি, ২০১০ সালে এই সংখ্যা নেমে এসে দাড়িয়েছে ৭৪২-এ। | 1990-91 yıllarında 1230 sinema salonu vardı. 2010'da bu rakam 742'ye düştü. |
15 | ঢাকার ৪৪টি সিনেমা হলের মধ্যে এখন আছে ৩৩টি, এগারোটিকে গুড়িয়ে দিয়ে গড়ে উঠেছে বিশাল অট্টালিকা। | Daka'daki 44 salondan sadece 33'ü bugün hayatta. Bunların yerlerine büyük binalar dikildi. |
16 | গুলিস্তান, শ্যামলী, নাজ, লায়ন, স্টার, শাবিস্তান, তাজমহল সিনেমা হারিয়েছে অনেক আগেই। | Gülistan, Şyamoli, Naz, Lion, Star, Şabistan, Taçmahal gibi ünlü salonlar bugün artık yok. |
17 | … কাহিনী আর অভিনয়ের দুরাবস্থা নিয়েও বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে বছরে ১০০টি সিনেমা মুক্তির ইতিহাসও আছে। | Kaliteli senaryoların yokluğu ve ortalama oyunculuk yüzünden sanayii yılda ancak 100 film üretebiliyor. |
18 | গত এক দশকের তুলনায় ২০১০ সালে নির্মিত সিনেমার সংখ্যা সবচে কম, মাত্র ৬৩টি। | 2010'da bu rakam onyılın en düşük düzeyi olan 63'e kadar düştü. |
19 | ভয়াবহতার এই শেষ নয়, ২০১১ সালের প্রথম ছয় মাসে, জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত মুক্তি পেয়েছে মাত্র ১৯টি সিনেমা, বিনিয়োগকৃত টাকার পরিমান মাত্র ৩০ কোটি টাকা। | Ama giderek daha da kötüleşiyor. 2011'in ilk 6 ayında sadece 19 film seyirciye ulaştı. |
20 | সম্প্রতি প্রকাশিত সংবাদে জানা গেছে এ বছরে মোট মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা দাঁড়াবে ৪৫-এ এবং আগামী বছরে সম্ভাব্য মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা মাত্র ৩০টি। | Bunlar içinse sadece 300 Milyon Taka (3,6 milyon dolar) yatırım yapıldı. Gazeteler bu yıl sadece 45 film çekileceğini ve önümüzdeki yıl bu rakamın 30'a ineceğini bildiriyor. |
21 | কিন্তু সিনেমা হলগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে? | Ama sinema salonları neden kapanıyor? |
22 | দর্শকরা কেনইবা আগের মতো আর সিনেমা হলে যাচ্ছেন না? | Neden izleyiciler salonları doldurmaktan vaz geçti? |
23 | সিনেমা হলে না যাওয়া প্রসঙ্গে মেঘ রোদ্দুর লিখেছেন: | Megh Roddur [bn] şöyle yazıyor: |
24 | আমি অবশ্যই সিনেমা হলে গিয়ে বাংলাদেশে নির্মিত সিনেমা দেখতে চাই। | Tabii ki film izlemek için sinemaya gitmek istiyorum. |
25 | কিন্তু কষ্টকর হলেও সত্যি অধিকাংশ সিনেমা এমনই যে সেগুলো দেখতেও রুচিতে কিছুটা আঘাত লাগতে বাধ্য। | Acı ama gerçek şu ki artık filmler benin zevkime hitap etmiyor. |
26 | উদ্ভট সাজসজ্জা আর গল্পের সিনেমা আমি কেন দেখতে যাব? | Neden garip giysiler ve saçma hikayelerle dolu bir film izleyeyim ki? |
27 | একই গল্প বার বার দেখতে কেন যাব? | Neden gidip hepsi birbirinin aynı öyküleri izleyeyim? |
28 | নকল করে সোজা কথায় কপি পেস্ট করা সিনেমা দেখতে কেন যাব? | Neden başka senaryolardan kopyalanıp yapıştırılmış filmleri izleyeyim? |
29 | ভাস্কর্যের পেছনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে তা একসময় ছিল গুলিস্তান সিনেমা হল। | Heykelin arkasındaki nina bir zamanlar ünlü Gülistan sinemasıydı. |
30 | এখন জামা-কাপড়ের মার্কেট। | Şimdi burası bir giyim pazarı. |
31 | ছবি রণদীপম বসু। | Fotoğraf: Ranadipam Basu. |
32 | অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে। | İzin alınarak kullanılmıştır. |
33 | | Sachalayatan'da konuk bir blog yazarı çocukluğunda ailesi ile birlikte sinemaya gidişlerini anımsıyor. |
34 | এখন আর সপরিবারে সিনেমা দেখতে যাওয়া হয় না। | Yazar [bn] sinema salonlarının boş olmasının suçunun dağıtım firmalarında olduğunu savunuyor: |
35 | এর জন্য আমি খারাপ ছবির দোষ দেবো না। | Artık salonlarda ailemizle birlikte film izlemiyoruz. |
36 | বরং প্রেক্ষাগৃহের পরিবেশকেই বেশি দায়ী করবো। | Kalitesiz filmleri suçlamıyorum. Bunun nedenini sinema salonlarındaki ortama bağlıyorum. |
37 | আমাদের দেশে কম করে হলেও আজও ভালো ছবি তৈরি হচ্ছে। | Hala birkaç iyi film çekiliyor. |
38 | কিন্তু সপরিবারে একসাথে একটি জায়গায় বসে তা দেখার পরিবেশ আজ আর নেই। | Ama bunları bile ortamın kötülüğü yüzünden gidip ailemizle izleyemiyoruz. |
39 | লেখাজোকা শামীম চলচ্চিত্রশিল্পের অধ:পতনের ৩টি কারণ উল্লেখ করেছেন: | Lekhajoka Shamim [bn] endüstrideki yıkımı üç nedene bağlıyor: |
40 | দেশীয় সিনেমার নিম্নমান, অশ্লীল সিনেমা ও সিনেমা হলের পরিবেশের কারণে এই দেশের সিনেমা দর্শক হারিয়েছে। | Yerli filmlerdeki düşük kalite, açık saçık filmler ve sinema salonlarındaki ortam sinemaya gidenlerin sayısındaki düşüşün temel nedenleri. |
41 | অথচ একসময় সিনেমা দেখার ব্যাপারটাই ছিল অন্যরকম। | Bir zamanlar sinemaya gitme düşüncesi heyecan vericiydi. |
42 | অনেক আগ্রহ নিয়ে সিনেমা দেখতে যেতেন। | Herkes gerçekten ilgiliydi. |
43 | রাসেল আশরাফ তার ব্লগে সেরকম একটা ঘটনা উল্লেখ করেছেন: | Russel Ashraf [bn] bunun öyküsünü anlatıyor: |
44 | আগুনের পরশমণি দেখতে গেছি আমি আর আমার সেজ মামা। | Amcamla birlikte “Aguner Poroshmoni” filmini izlemeye gitmiştik. |
45 | মনে করছি এই সিনেমা আর কে দেখবে সিনেমা শুরু হওয়ার একটু আগে গেলেই হবে। | Kalabalık olmayacağını düşünerek filmin başlamasından birkaç dakika önce salona vardık. |
46 | ওমা গিয়ে দেখি রাস্তাতে পর্যন্ত লাইন। | Ama billet kuyruğunun sokağa kadar uzandığını gördük. |
47 | কি আর করা! | Yapılacak birşey yoktı. |
48 | লাইনে দাঁড়ালাম, টিকিট পেলাম পর্দার সামনের বেঞ্চীতে। | Sırada bekledik ve filmi sahnenin önündeki ilk sıradan izledik. |
49 | সিনেমা দেখে তারপরের তিন দিন ঘাড় সোজা করতে পারি নাই। | Boynumu acıdan üç gün oynatamadım! |
50 | সিনেমা শিল্পকে বাঁচাতে, সিনেমা হলে আগের মতো দর্শক ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে সরকার কিছুদিন আগে ভারতীয় ছবি আমদানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার উদ্যোগ নেয়। | Sinema endüstrisini kurtarmak ve salonlara data fazla izleyici çekmek amacıyla hükümet Hint sineması yasağını kaldırdı. |
51 | উল্লেখ্য, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় থেকে ভারতীয় ছবির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। নেটিজেনরা সরকারের এ ধরনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। | (Bengladeş'te Hindistan filmlerinin gösterimi 1965'ten bu yana yasaktı) Bu karar Internet'te ciddi eleştirilere neden oldu. |
52 | ঢাকা নিউ মার্কেটের পাশে বলাকা সিনেমা হল। | Daka yeni pazarın yanında Balaka sinema salonu. |
53 | ছবি তুলেছে রাগিব হাসান, উইকিপিডিয়ার সৌজন্যে | Fotoğraf: Wikipedia / Ragib Hasan |
54 | আমরাবন্ধু ব্লগের একটি পোস্টে নজরুল ইসলাম মন্তব্য করেন: | Nazrul Islam [bn] Amrabondhu bloğunda bir yazısında şöyle diyor: |
55 | হিন্দী সিনেমার প্রতি বিদ্বেষ থেকে না, দেশী একটা রুগ্ন শিল্পকে রক্ষা করতে আর নতুন উদ্যমে উঠে দাঁড়াতে সাহায্য করার জন্যই সরকারকে এই হঠকারীমূলক সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। | Hindu filmlerden nefret ettiğim için değil ama, hükümet ölen bir sanayii kurtarmak için aldığı bu karardan hemen dönmeli! |
56 | তবে আমদানির পক্ষে মত যে ছিল না, তা নয়। একজন ব্লগার যেমন বলেছেন: | Bunun yanında filmlerin ithal edilmesini savunanlar da var: |
57 | প্রেক্ষাগৃহের বড় পর্দায় নানা দেশের নানা স্বাদের চলচ্চিত্র দেখার সুযোগ পাওয়া আমার কাছে একটি নাগরিক অধিকার। | Bir blog yazarı [bn] (Fahmidul Haque) şöyle diyor: |
58 | এই অধিকার কেবল ভারতীয় ছবি আমদানির কারণে চলচ্চিত্র-শিল্পের ধ্বংস বা উন্নয়নের বিতর্কে বন্দি থাকেনা। | Bana göre bir vatandaşın farklı beğenilerde üretilmiş yerli ve yabancı filmleri izlemesi en doğal hakkıdır. |
59 | সমালোচনার মুখে সরকার অবশ্য ভারতীয় সিনেমার ওপর থেকে আমদানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। | Bu hakkı lütfen yerli sanayii kurtarmak için Hint filmlerinin ithali tartışmasıyla sınırlamayalım. |
60 | এদিকে দেশীয় চলচ্চিত্রশিল্পের উন্নয়নের জন্য কী করা দরকার, তার একটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন কল্লোল মোস্তফা: | Aldıkları eleştiriler sonucunda hükümet Hint filmlerine uygulanan yasağı kaldırma kararını iptal etti. |
61 | চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য চাই রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক উদ্যোগ, আর্থিক দায়িত্ব নেয়া, চলচ্চিত্র শিক্ষার প্রাতিষ্ঠানিক ব্যাবস্থা এবং দেশের বড় বড় সিনেমা হলে বাধ্যতামূলক ভাবে মাসের অন্তত একটি সপ্তাহে ভারতীয় বাজারি ছবি নয় বরং ভারতসহ সারা দুনিয়ার সেরা চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা। | Kallol Mustafa‘nın [bn] yerli film sanayiini canlandırmak için detaylı önerileri var: Kurumsal hükümet desteğine, mali sorumluluğa, sanayiinin kurumsallaşmasına ve her salonda her hafta bir yabancı filmin (sadece Hint filmi değil) gösterilmesi mecburiyetine ihtiyacımız var. |