Sentence alignment for gv-ben-20150515-48647.xml (html) - gv-tur-20150513-1377.xml (html)

#bentur
1দ্বিতীয় মারাত্মক ভূমিকম্পের সময় খোলা জায়গায় যেতে নেপালীয়দের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়İkinci Bir Şiddetli Deprem Nepal'i Açık Alan Arayışına Sürdü
2একটি নয়া ৭. ৩ মাত্রার ভূমিকম্প নেপালে ১২ই মে মঙ্গলবারে আঘাত হানে।Salı günü 7.3 şiddetinde yeni bir deprem Nepal'i vurdu.
3গত মাসের আরও শক্তিশালী ভূকম্পনের ফলে দূর্বল হয়ে পড়া অনেক ভবনই ধসে পড়ার ফলে হিমালয়ের এই দেশ এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোতে ৫০ জনের বেশী লোক মারা গিয়েছে এবং ১,০০০রের বেশী লোক এতে আহত হয়েছে।Himalaya'da bulunan ülke ve komşularında 50'den fazla ölü, 1.000'den fazla yaralı var, önceki çok daha şiddetli depremde zayıflayan binaların çoğu yıkıldı.
4ছবি সুমিত শ্রেষ্টার সৌজন্যে।Görüntü: Sumit Shrestha.
5স্বত্ব ডেমোটিক্স (১২/৫/২০১৫) ২৫শে এপ্রিল ৭.Telif: Demotix (12/5/2015)
6৮ মাত্রার ভূমিকম্প নেপালকে বিধ্বস্ত করার পর দেশটি যখন সবে মাত্র স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছিল তখন ১২ই মে'তে আবারও দেশটির উপর আঘাত হানলো ৭. ৩ মাত্রার এই দ্বিতীয় ভূমিকম্পটি।25 Nisan 7.8 şiddetindeki deprem ile yıkım yaşayan Nepal tam normale dönüyorken, 12 Mayıs'ta 7.3 şiddetinde ikinci bir deprem meydana geldi.
7সাংবাদিক নরেন্দ্র রাউলে টুইট করেছে:Gazeteci, Narendra Raule tweetledi:
8অনেক লোকই রাস্তায় চলে এসেছে।İnsanlar sokaklarda.
9নেপালে বড় ভূমিকম্প#Nepal‘de büyük deprem.
10এবার এটি ছিল একটি সাপ্তাহিক কর্ম দিবসে।Deprem bu sefer hafta içine denk geldi.
11২৫শে এপ্রিল শনিবার ছিল এবং মানুষ তাদের ঘরেই ছিল।25 Nisan bir cumartesi günüydü ve insanlar evlerinde oturuyorlardı.
12কিন্তু মে'র ১২ তারিখে বেশীরভাগই তাদের কর্মস্থলে ছিল।Fakat 12 Mayıs'ta çoğu kişi işyerindeydi.
13ভূমিকম্পের পর যানবাহনগুলো রাস্তায় বিশৃঙ্খল অবস্থায় ছিল।Depremden sonra sokaklarda trafik kargaşası yaşandı.
14২৫শে এপ্রিলের ভূমিকম্পে ৮,০০০ এর বেশী লোক মারা গিয়েছিল।25 Nisan depreminde 8.000'den fazla insan ölmüştü.
15এই বারের ভূমিকম্পে এপর্যন্ত ৫৭জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর আহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।Bu seferki depremde şimdiye dek 57 ölüm ve binlerce yaralanma bildirildi.
16ডোলাকা জেলা সব থেকে বেশী আঘাতপ্রাপ্ত হয়েছে, যেখানে ৩৪ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে এবং ৯০ শতাংশ ঘর ধসে পড়েছে বলে নেপাল পুলিশের সংগৃহীত প্রাথমিক তথ্য থেকে জানা গেছে।Dolakha bölgesi ağır darbe aldı, Nepal Polisi'nin kaydettiği bilgiye göre evlerin %90'ı yıkıldı ve 34 ölüm vakası meydana geldi.
17কাশিশ দাস শ্রেষ্ঠা এবং সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা কাঠমুণ্ডুর বিভিন্ন অংশ থেকে সংগৃহীত ছবি প্রকাশ করেছে।Kashish Das Shrestha ve sosyal medya kullanıcıları Kathmandu'nun çeşitli yerlerinin fotoğraflarını paylaştılar:
18#নেপালভূমিকম্প এপ্রিল ২৫ (উপরে) এবং মে ১২25 Nisan Nepal Depremi(üstte) ve 12 Mayıs.
19আজকের ভূমিকম্পে নতুন বাস উদ্যানে ভবন ধসে পড়েছে; নেপালীয় নিরাপত্তা বাহিনী ভিতরে আটকে পড়া বয়স্কা নারী কে উদ্ধার করছেBu bina, Naya Bus Parkı'nda bugünkü depremde yıkıldı; Nepal güvenlik kuvvetleri içeride bulunan yaşlı bir kadını kurtarmak için uğraşıyor
20নেপালে আর একটি ভূমিকম্প হেলিকপ্টার থেকে তোলা ভীতিকর ছবি এভারেষ্ট অঞ্চলের দিকে যাচ্ছেEverest bölgesine giden bir helikopterden bir başka depremin şok edici görüntüleri
21এপ্রিল ২৫শের কম্পণে আঘাতপ্রাপ্ত সিন্ধুপালচোক জেলা এই দ্বিতীয়টির কারণে আরও বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।25 Nisan'da sarsılan Sindhupalchok bölgesi, ikinci depremde daha da zarar gördü.
22সেখানে নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।Dokuz ölüm bildirildi.
23চৌতারা থেকে দৃশ্য, আজকের পর সিন্ধুপালচকChautara, Sindhupalchowk'dan bugün yaşanan deprem sonrası görüntüler
24একইভাবে, দ্বিতীয় ভূমিকম্পটি ভক্তপুরের জীবনযাত্রাকে আরও অবনতি করেছে, যে জায়গাটি আগের ভূমিকম্পণের ফলে প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে।Önceki depremde büyük çapta hasar gören Bhaktapur‘da ikinci deprem de benzer şekilde yaşamı kötüleştirdi.
25অস্থায়ী তাবু থেকে যারা তাদের গৃহে আবার ফেরত গিয়েছিল তারা আবারও খোলা জায়গাতে তাদের তাবুতে ফেরত গেছে।Geçici kurdukları çadırlardan evlerine dönen insanlar, açık alanlardaki çadırlarına geri gittiler.
26কাঠমুণ্ডু আবারও তাবুতে ফেরত যাচ্ছেNepal depremi sonrası Katmandu çadırlara geri dönüyor.
27আবারও সেই।Yine başlıyoruz.
28মানুষ কেবল মাত্র স্বাভাবিক হতে শুরু করেছিল, #আবারনেপালেভুমিকম্প তাদেরকে তাদের ঘর থেকে বের করে ছাড়লো।İnsanlar tam normale dönecekken, Nepal'de deprem evlerinden dışarı çıkarttırdı.
29ভিতরে থাকার সাহস করতে পারলাম না!İçerde duymayı gözüm kesmiyor!
30আবারও তাবুতে ফিরে গেলাম প্রকৃতির সাথে বসবাসের জন্য - খোলা মাঠ, তারা ভরা রাত, মশা…Tekrar çadıra vahşi doğaya yaşamaya; açık alana, yıldızlı geceye, sivrisineklere…
31খোলা আকাশের নীচে রাত্রি যাপন করা মানুষের দুর্দশার উপর জনপ্রিয় অনলাইন বাতায়ন অনলাইনখবর একটি চিত্র সংবাদ প্রকাশ করেছে।Popüler internet portalı Onlinekhabar, geceyi açık havada geçiren insanların durumu üzerine bir fotoğraf albümü yayınladı.
32গত সপ্তাহে, নেপালের সরকার বিদেশী ত্রাণ এবং উদ্ধার কর্মীদেরকে তাদের নিজেদের দেশে ফেরত চলে যাবার জন্য আহ্বান জানিয়েছে যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছিল এবং বাকী যা ছিল তা সরকারই সামলাতে পারবে।Geçen hafta Nepal hükümeti, durumun normale döndüğü ve gerisinin devlet tarafından halledilebileceğini belirterek yurtdışı yardım ve kurtarma çalışanlarının ülkelerine geri dönmesi isteğinde bulunmuştu.
33অনেক দেশ থেকে আসা দলগুলো ইতোমধ্যে দেশে ফেরত চলে যাওয়ায় উদ্ধার ও ত্রাণ কাজগুলো অনেক কঠিন হয়ে উঠবে।Birçok ülkenin ekipleri çoktan geri gidiyorken, yardım ve kurtarma zor bir iş olacak.
34#নেপাল সময়ের আগেই বিদেশী সাহায্যকে ঘরে ফেরত পাঠিয়ে দিয়েছে।Nepal yabancı yardımı geri göndererek erken davrandı.
35ত্রাণ কাজ এখন আরও বেশী দুরূহ হবে।Şimdi telafi çok daha zor bir iş olacak.
36যে বিদ্যালয়গুলো এই সপ্তাহে খোলা ছিল সেগুলো আবারও দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।Bu hafta açılacak olan okullar iki hafta daha kapatıldı.
37এগুলো এখন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মে'র ৩০ তারিখ থেকে খুলবে।Eğitim Bakanlığı'nın yönergesine göre 30 Mayıs'ta açılmaya başlanacaklar.
38নেপালীয়রা ধাক্কা সামলিয়ে পুনর্নির্মাণ করে তাদের স্বাভাবিক জীবনে ফেরত যেতে শুরু করেছিল, কিন্তু আবারও তারা দ্বিতীয় এই কম্পণের ফলে ভীতির মধ্যে বাস করছে।Nepalliler iyileşip toparlanarak normal hayatlarına dönmeye başlamışlardı, fakat ikinci bir depremin ardından aynı korkuyla yaşıyorlar.
39কাশিশ দাস শ্রেষ্ঠা টুইট করেছে:Kashish Das Shrestha tweetledi:
40নেপালীয়দের মধ্যে যদি কোন প্রকারের স্থিরতা বোধ পুনস্থাপিত হয়েও থাকে তা হয়তো এখন আবার আজকের এই ভীতিকর ও দীর্ঘ ভূমিকম্পের কারণে ধসে পড়লো।Nepalliler arasında geri gelen bir sakinlik hissi vardıysa da, belki de bugünkü uzun ve korkunç deprem ile yok oldu.