# | ben | tur |
---|
1 | গ্রীস: নব্য নাৎসি দল “গোল্ডেন ডন”-এর সমর্থকদের অভিবাসীদের বিরুদ্ধে আরো হামলা | Yunanistan: Neo-Nazi “Altın Şafak” Göçmenlere Saldırıyor |
2 | গ্রীসের নব্য নাৎসি যে দলটি সফল ভাবে তাদের যাত্রা শুরু করেছে, সেই গোল্ডেন ডন (সোনালি সুর্যোদয়)-এর ১৫-২০ জন যুবা সমর্থকের একটি দল, ২৯ মে ২০১২ তারিখে গ্রীসের রাজধানী এথেন্সের আগিওস নিকলাওয়াস নামক মেট্রো স্টেশনে প্রায় ৩০ বছর বয়স্ক এক পাকিস্তানী নাগরিকের উপর হামলা চালায়। আগিওস নিকলাওয়াস নামক এলাকা বিশাল এক অভিবাসী জনগোষ্ঠীর জন্য বিখ্যাত। | Başarıları kamuoyunu şaşırtan Yunan neo-nazi siyasi partisi Altın Şafak taraftarı 15-20 genç 29 Mayıs 2012 günü Atina'da yoğun olarak göçmenlerin yaşadığı bir çevrede bulunan Agios Nikolaos metro istasyonunda otuz yaşlarında bir Pakistanlıya saldırdı. |
3 | (৬ মে) নির্বাচনের দিন গ্রীসের থেসেলোনিকায় গোল্ডেন ডন এর সমর্থকরা দলের ৭ শতাংশ ভোট লাভের সংবাদে ফ্লায়ার (প্রজ্বলিত মশাল) ধরে আছে। | [en] Altın Şafak taraftarları 6 Mayıs seçim günü Selanik'te seçim başarılarını kutlarken. |
4 | ছবি আলেকজান্দ্রো মিকালিডিস-এর © কপিরাইট ডেমোটিক্সের। | Parti oyların %7'sini almıştı. |
5 | এই গুণ্ডার দলটি ফ্যাসিবাদি স্লোগান যেমন, “তোমরা কখনো গ্রীসের নাগরিকে পরিণত হবে না!” | Foto: Alexandros Michailidis © Copyright Demotix |
6 | দিতে দিতে স্টেশনে প্রবেশ করে, তার তাদের ওই মানুষটিকে তাদের লক্ষ্যবস্তু নির্ধারণ করে, তাকে মাটিতে ফেলে দেয় এবং তাকে মারতে থাকে, বিস্মিত যাত্রীরা বিষয়টি দেখতে থাকে। | Grup metro istasyonuna “Hiçbir zaman Yunan olamayacaksınız” gibi faşist sloganlar söyleyerek girdiler. Hedeflerindeki kişiyi here yatırarak izleyenlerin gözleri önünde dövdüler. |
7 | টিভিএক্সএস-এর এক সংবাদে একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা প্রদান করেছে [গ্রীক ভাষায়] এবং ব্যাখ্যা করেছে যখন সে এই দলের নির্মমতার বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রদর্শন করে তখন আসলে কি ঘটেছিল: | TVXS haber bülteninde hikayeyi anlatan [el] bir görgü tanığı grubun vahşetine tepki gösterdiğinde olanları anlatıyor: |
8 | যখন প্রহারের ঘটনা চলতেই থাকে, আমি তাদের দিকে তাকিয়ে চিৎকার করতে শুরু করি এবং হুমকি দিতে শুরু করি যে আমি পুলিশ ডাকব […]। তখন গুণ্ডাদের ওই দল আমার দিকে এগিয়ে আসতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে, ‘তুই বিশ্বাসঘাতক, এই দেশ ছেড়ে চলে যা', এবং বলে “কমিউনিস্ট, আমরা তোকেও ছুরি মারব”। | Saldırının olduğu anda trenin kapısına giderek küfrettim ve polisi arayacağım diye bağırdım (…) O anda grup bana dönerek “Hain ülkeyi terket” ve “komünist, şimdi seni bıçaklayacağız” diye bağırmaya başladı. |
9 | তিনি এই বলে উপসংহার টেনেছেন: | Konuşmasını şöyle tamamladı: |
10 | Μικρός μέσος όρος ηλικίας για τη φασιστική αυτή ομάδα, μεγάλος δυστυχώς ο φόβος των επιβατών. Αν είχαμε μιλήσει όλοι μαζί θα τα είχαν μαζέψει και θα είχαν φύγει σίγουρα…». | Grubun yaş ortalaması çok düşüktü ama ne yazık ki yolcular çok korkmuştu. |
11 | ফ্যাসিস্ট দলের যে সব সদস্য, তাদের গড় বয়স অনেক কম, দুর্ভাগ্যজনকভাবে যাত্রীদের আতঙ্কের মাত্রা ছিল তীব্র। | Eğer hep birlikte tepki gösterebilseydik kesinlikle toparlanıp kaçacaklardı. |
12 | যদি আমরা সকলে একসাথে প্রতিক্রিয়া প্রদর্শন করতাম, তাহলে তারা নিশ্চিত পালিয়ে যেত। ব্লগার ফারগকিস্ককা মেগালোদি ঘটনার সময় পুলিশের অনুপস্থিতি নিয়ে তৈরী করা এক সংবাদ প্রবন্ধের নীচে মন্তব্য করেছেঃ | Blog yazarı, Fragkiska Megaloudi, [el] yayınlanan haberin altına yazdığı yorumda olay sırasında polisin ortalıkta olmadığından söz ediyor: |
13 | আমি এতে সন্তুষ্ট নই, এই সমস্ত বিকৃত মানসিকতার ফ্যাসিস্টরা কোন ধরনের কোন শাস্তি ছাড়াই, নির্বিঘ্নে তাদের কর্ম সমাপ্ত করছে। গ্রীসের পুলিশের কাছ থেকে আমি কোন নিরাপত্তা আশা করি না, যেহেতু [সম্ভবত] তাদের অর্ধেকই গোল্ডেন ডনকে ভোট দিয়েছে। | Altın Şafak'ın psikopat faşistlerinin cezalandırılma korkusu olmaksınız her istediklerini yapması beni şaşırtmıyor, ne de olsa oylarının çoğunu aldıkları polis onlara karşı bizi koruyacak değil. |
14 | ২৯ মে তারিখে এথেন্সে অন্য আরেকটি হামলার সংবাদ পাওয়া যায়। একই দিনে বিকেলে গোল্ডেন ডন, ১৪৫৩ সালে অটোমান সাম্রাজ্যের হাতে কনস্টান্টিনোপল-এর পতন স্মরণে সেয়ানটাগমা স্কোয়ারে এক শোভাযাত্রার আয়োজন করে। | Altın Şafak taraftarlarının Syntagma Meydanı'nda İstanbul'un düşmesinin anısına toplandıkları gün loan 29 Mayıs'ta Atina'dan başka saldırı haberleri de geldi. |
15 | এর চারদিন আগে গোল্ডেন ডনের নেতা নিকোলাস মিহালোলিকাস, লিখিত ঘোষণা প্রদান করে: | Altın Şafak lideri Nikolaos Mihaloliakos dört gün önce taraftarlarına şöyle seslenmişti: |
16 | আমার সঙ্গী কমরেডরা, আপনারা আপনাদের পতাকা উত্তোলন করুন (…) । | Yoldaşlar bayraklarınızı göndere çekin! |
17 | সামনে এক কঠিন সময় আসছে, এবং এই সময়ে প্রমাণিত হবে কে প্রকৃত গ্রীক এবং কারা বিশ্বাসঘাতক। | (…) Önümüzde zor zamanlar var, bu dönem gerçek Yunanları, milliyetçileri ve hainleri bize gösterecek. |
18 | ৬ মে তারিখে গ্রীসের সংসদ নির্বাচনে গোল্ডেন ডন-এর ৭ শতাংশ ভোট লাভের পর থেকে অভিবাসীদের উপর নির্বিচারে হামলা শুরু হয়েছে, বিশেষ করে এথেন্সের কেন্দ্রীয় এলাকায় এই ধরনের ঘটনার পরিমাণ উল্লেখযোগ্য সংখ্যায় বেড়ে গেছে। | Altın Şafak'ın 6 Mayıs seçimlerinde oyların %7'sini alarak Parlamento'da temsil edilmeye başlamasından sonra özellikle Atina merkezinde göçmenlere yapılan saldırılar ciddi bir oranda arttı. |
19 | তবে দলটি নিজে কখনো এ ধরনের হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি। | Ancak parti bu ırkçı saldırıları hiçbir zaman üstlenmedi. |
20 | বর্ণবাদী মনোভাবাপন্ন হামলা এবং উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে জুনে এথেন্স এবং থেসালোনিকায় শোভাযাত্রা এবং বিক্ষোভের আয়োজন করা হয়েছে। | Haziran ayında Atina ve Selanik'te radikal sağ ve ırkçı saldırılara karşı gösteriler ve yürüyüşler planlanıyor. |