Sentence alignment for gv-ben-20150124-46934.xml (html) - gv-tur-20150128-1120.xml (html)

#bentur
1সৌদি বাদশাহ ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেছে; তার উত্তরসূরি সালমানের বয়স ৭৯ বছরSuudi Kral Abdullah 90 Yaşında Vefat Etti, Görevi 79 Yaşındaki Salman Devraldı
2আজ, ৯০ বছর বয়সে সৌদি আরবের বাদশা মৃত্যুবরণ করেছেন।Suudi Arabistan Kralı Abdullah bugün 90 yaşında vefat etti.
3সৌদি সকল নোটে তার ছবি রয়েছে।Fotoğrafı tüm Suudi paralarının üstünde yer alıyor.
4ছবির কৃতিত্ব- আমিরা আল হোসাইনি।Fotoğraf: Amira Al Hussaini
5এক সপ্তাহ ধরে নানান জল্পনা কল্পনার পর আজ [২৩ জানুয়ারি, ২০১৫] ঘোষণা করা হয় যে সৌদি আরবের বাদশা আবদুল্লাহ বিন আব্দুলআজিজ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর, যিনি দুটি পবিত্র মসজিদের রক্ষক।Haftalardır süren spekülasyonlardan sonra, Suudi Arabistan bugün(23 Ocak, 2015) 90 yaşındaki, 2 Kutsal Camii'nin Koruyucusu, 2005'te üvey erkek kardeşi Fahad Bin Abdulaziz'in vefatından sonra göreve gelen Abdullah Bin Abdulaziz'in vefat ettiğini duyurdu.
6২০০৫ সালে, সৎ ভাই ফাহাদ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর আবদুল্লাহ ক্ষমতায় আসেন, এখন তার উত্তরসূরি হলেন তার অন্য ভাই সালমান বিন আব্দুলআজিজ।Suudi Kral Abdullah'ın yerine 79 yaşındaki diğer erkek kardeşi Salman Bin Abdulaziz geldi.
7আর বর্তমান দেশটির যুবরাজ হল তাদের আরেক ভাই মুকরিন।Diğer erkek kardeşleri Mukrin ise veliaht ilan edildi.
8এরা সকলে বাদশা আব্দুল আজিজের সন্তান, যিনি ১৯৩২ সালে সৌদি আরব নামক রাষ্ট্র প্রতিষ্ঠাতা, আর সেই থেকে তার উত্তরাধিকারীরা ধারাবাহিক ভাবে সৌদি আরবের সিংহাসনে আরোহণ করে আসছে।Hepsi 1932'de Suudi Arabistan'ın kurucusu olan Kral Abdülaziz'in oğulları, yıllar içinde tahta çıktılar.
9আব্দুল আজিজের ৪৫ জন সন্তানের মধ্যে ৩৬ জন টিকে ছিল, যারা বয়সকালে মৃত্যুবরণ করে এবং তাদের সন্তানাদি রয়েছে।Abdülaziz'in 45 oğlundan 36'sı hayatta kalarak yetişkinliğe ulaşabilmiş ve kendileri de çocuk sahibi olabilmiş.
10মিশরীয় নাগরিক আমরো আলি এই ইনফোগ্রাফিক তুলে ধরেছে যা প্রদর্শন করছে, ক্রমশ কমে আসতে থাকা এক বয়স্ক প্রজন্ম সৌদি আরবের সিংহাসনে বসার অপেক্ষায় থাকে।Mısırlı Amro Ali “Eski jenerasyon Suudi Kralların sayısı gittikçe azalıyor” isimli bilgilendirici grafiği paylaştı.
11সবসময় বয়স্ক এক প্রজন্ম বাদশার গদিতে বসার অপেক্ষায় রয়েছে।Eski jenerasyon #Saudi Kralların sayısı gittikçe azalıyor.
12যাদের আর তিনজন এখন অবশিষ্ট রয়েছে। এই ঘটনায় অনলাইনের নাগরিকরা দ্রুত তাদের সংক্ষিপ্ত মন্তব্য তুলে ধরছে।3 tane kaldı. http://t.co/vjLCCf5VE2 pic.twitter.com/A2K0CxTdhf v @markscheffler - Amro Ali (@_amroali) Ocak 23, 2015
13সৌদি ব্লগার আহমেদ ওমরান উল্লেখ করেছে যে কিভাবে সদ্য বাদশাহী প্রাপ্ত সালমান নতুন অবস্থানের প্রেক্ষাপটে টুইটারে তার জীবন বৃত্তান্তে পরিবর্তন এনেছেন:Dünyadaki çevrimiçi vatandaşlar fikirlerini paylaşmakta oldukça aceleciydiler. Suudi blog yazarı Ahmet Al Omran, King Salman'ın biosunun yeni durumunu yansıtmak için nasıl değiştirildiğine dikkat çekiyor:
14বাদশা সালমানের টুইটারের জীবন বৃত্তান্ত পরিমার্জন করা হয়েছে, যেখানে লেখা হয়েছে; বাদশা সালমান, যিনি দুটি পবিত্র মসজিদের তত্বাবধায়ক।@HRHPSalman‘ın Twitter biosu güncellendi: İki Kutsal Camiinin koruyucusu Kral Salman'ın resmi hesabı pic.twitter.com/ieqqq1kTUZ Ahmed Al Omran (@ahmed) 23 Ocak, 2015
15সদ্য পৃথিবী থেকে বিদায় নেওয়া বাদশাহ এবং তার নতুন উত্তরসূরির বয়স নিয়ে বিভ্রান্তি রয়েছে।Vefat eden kral ve yerine gelen kralın yaşlarıyla ilgili bir karışıklık vardı.
16সংযুক্ত আরব আমিরাত থেকে আব্দুলখালেক আবদুল্লাহ টুইট করেছে:UAE'den Abdulkhaleq Abdulla tweetledi:
17এই মাত্র সংবাদ পাওয়া গেল।93 yaşındaki Suudi Arabistan Kralı Abdullah Bin Abdulaziz öldü.
18সৌদি আরবের ৯৩ বছর বয়স্ক বাদশা আবদুল্লাহ বিন আব্দুল আজিজ মৃত্যু বরণ করেছেন।82 yaşındaki Salman Bin Abdulaziz yeni kral oldu.
19এখন নতুন বাদশা হলেন ৮২ বছর বয়স্ক সালমান বিন আব্দুলআজিজ।- Abdulkhaleq Abdulla (@Abdulkhaleq_UAE) Ocak 22, 2015
20বাদশাহ আবদুল্লাহর মৃত্যু সংবাদে অনেকে এতটা ভাল মনোভাব প্রকাশ করেনি।Bazıları da Abdulla'nın ölümünü pek de hoş karşılamadı.
21যেমন এই টুইটার ব্যবহারকারী এই মীমটি প্রদর্শন করেছে:Twitter kullanıcısı aşağıdaki capsi paylaştı. :
22বাদশা আবদুল্লাহ জীবিত আছেন এবং তাকে ঘোড়ায় চড়ে বেড়াতে দেখা গেছে।Kral Abdulla hayatta ve atına binerken görüntülendi pic.twitter.com/h3XJAi8jN6 - Zalameh (@BDS4Justice) Ocak 22, 2015
23কিন্তু এমন অনেক সৌদি নাগরিক রয়েছে যারা সৌদি বাদশাহ-এর মৃত্যুতে শোকার্ত।Ama krallarının vefatına üzülen Suudiler de vardı. Bir kullanıcı aşağıdakini yazmış:
24এই টুইটার ব্যবহার লিখেছে:Gözlerim yaşlarla doldu.
25আমার চোখ অশ্রুতে ভরে গেছে, তাকে আমি কতটা ভালবাসি তা প্রকাশ করার মত কোন ভাষা আমার জানা নেই!Bu adamı ne kadar çok sevdiğimi anlatabilecek bir kelime yok! #وفاة_الملك_عبدالله ﹌ (@Lmashmranii) Ocak 23,2015
26আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছে :Bir diğer kullanıcı:
27তিনি কেবল এক বাদশাহ ছিলেন না, তিনি ছিলেন জাতির এক নেতা এবং এক পিতা।Sadece bir kral değil bir babaydı da #وفاة_الملك_عبدالله - miss g (@AJustagirl123) Ocak 23, 2015
28আর শোক প্রকাশ চলছে:Ve yas devam ediyor:
29আমরা এক পিতাকে হারিয়েছি। আমরা এক অসাধারণ নেতাকে হারিয়েছে।#RIPKingAbdullahBinAbdulaziz Bir baba, büyük bir lider, insanlığın kralını kaybettik.
30আমরা মানবতার এক বাদশাহকে হারিয়েছি।Kral Abdullah huzur içinde yat.
31শান্তিতে ঘুমান বাদশাহ আবদুল্লাহ।#وفاة_الملك_عبدالله - رمآد ..♡ (@ramad_n_) 23 ocak, 2015
32মিশর থেকে দি রক দ্রুত শোক প্রকাশকারীদের এই মিছিলে যোগ দিয়েছে, মিশরকে সাহায্য করার কারণে বাদশাহকে সে ধন্যবাদ প্রদান করছে। :Mısır'dan Rock, yaslılar trenine çabuk katıldı, Suudi kralına, Mısır'a yaptığı hizmetlerden dolayı teşekkür ediyordu:
33অসাধারণ এক বাদশাহঃ মিশরের প্রতি আপনার সকল প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ। সৌদি আরবের নাগরিকদের জন্য রইল সমবেদনা।#وفاة_الملك_عبدالله Büyük Kral: Mısır'a yardım etmek için harcadığın tüm çabalar için teşekkürler.
34সৌদি বাদশাহ-এর মৃত্যুর সংবাদ তার আত্মার শান্তি কামনা করে হাজার হাজার নাগরিক শোক বার্তা প্রদান করে যাচ্ছে।Suudilerin başı sağolsun. pic.twitter.com/M5nLYVWwWd - Etch H (@TheRockH2012) Ocak 23, 2015 Hala binlerce başsağlığı mesajı gelmeye devam ediyor.