Sentence alignment for gv-ben-20140825-44483.xml (html) - gv-tur-20140812-1030.xml (html)

#bentur
1চিনের কারামে শহরের গণপরিবহনে লম্বা দাড়ি এবং হিজাব নিষিদ্ধYerel Çin Yönetimi; Türban, Uzun Sakal ve Diğer ‘Beş Anormal Görünüş'ü Toplu Taşıtlardan Yasakladı
2জিনজিয়াং প্রদেশের কারামে শহরের গণপরিবহনে “পাঁচ ধরনের অস্বাভাবিক উপস্থিতি”কে নিষিদ্ধ করা হয়েছে। আসন্ন ১৩তম জিনজিয়াং স্পোর্টস গেইম উপলক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।“Beş anormal görünüş”, 13. Şincan Spor Oyunları esnasında, Çin'in Şincan Uygur Özerk' Bölgesi'nin Karamay şehrinde toplu taşıtlardan yasaklandı.
3ছবি টুইটার ব্যবহারকারী @আপনসনাউ-এর কাছ থেকে নেয়া।Resim: Twitter kullanıcısı @uponsnow aracılığı ile.
4চিনের কারামে শহরে ইসলাম ধর্মাবলম্বীরা লম্বা দাঁড়ি এবং হিজাব পরে বাসে উঠতে পারবেন না। গত সপ্তাহে নগর কর্তৃপক্ষ এগুলোকে “অস্বাভাবিক উপস্থিতি” অ্যাখা দিয়ে এই আদেশ জারি করে।Çin'in Karamay şehri belediyesi, geçen hafta, 8 ile 20 Ağustos 2014 tarihleri arasında 13. Şincan Spor Oyunları süresince olası terörist faaliyetleri ile mücadele etmek için toplu taşımada Müslümanlar ile bağlantılı “anormal” giyim ve saç biçimlerine yasak getirdi.
5আসন্ন ১৩তম জিনজিয়াং স্পোর্টস গেইম যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, কোনো ধরনের সন্ত্রাসবাদী আক্রমণ না ঘটে সেজন্য এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।Duyuru, 4 Ağustos tarihinde “beş anormal görünüş”ü tasvir eden bir poster ile ortaya çıkarıldı.
6আগামী ৮ আগস্ট ২০১৪ থেকে এই খেলা অনুষ্ঠিত হবে। চলবে ২০ আগস্ট ২০১৪ পর্যন্ত।Twitter kullanıcısı @uponsnow posterin bir kopyası ile haberi vurguladı:
7৪ আগস্ট যেদিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়, সেদিনই পাঁচ ধরনের উপস্থিতিকে “অস্বাভাবিক” অ্যাখা দিয়ে কর্তৃপক্ষ পোস্টার প্রকাশ করে।Peçeler, türbanlar, burgalar, hilal ve yıldızlı kıyafetler ve uzun sakallı erkekler.
8টুইটার ব্যবহারকারী @আপনসনাউ পোস্টারে কী কী বলা হয়েছে, তা টুইটারে জানিয়ে দেন:Yukarıdaki beş tür insan için toplu taşıt kullanımı yasak.
9নগর পরিবহনে পাঁচ ধরনের যাত্রীর যাতাযাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।Hilal ve yıldızlı kıyafetler yasaklandı.
10এরা হলেন: ঘোমটা পরিহিত নারী, হিজাব পরিহিত নারী, বোরখা পরিহিত নারী, চাঁদ-তারা পোশাক পরিহিত যাত্রী এবং লম্বা দাড়িওয়ালা যাত্রী।Çin'in batı Şincan Bölgesi'ndeki Uygur halkı ve Çin hükümeti arasındaki ilişkiler kargaşalı.
11চিনের জিনজিয়াং প্রদেশের উইঘুরের জনগণের সাথে সরকারের সম্পর্ক টালমাটাল।Etnik gerginlikler zaman zaman Uygur etkinciler ile yetkililer arasında ölümcül çarpışmalarla sonuçlandı.
12উইঘুরের মানুষজনের সাথে কর্তৃপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অনেক মানুষের প্রাণও গেছে। গত ২৮ জুলাই কাশগর শহরে রক্ষক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।Mevcut resmi kısıtlama, 28 Temmuz tarihinde Kaşgar kentinde patlak veren kanlı etnik ayaklanma sonrasında getirildi.
13সরকারি সূত্রে জানা গেছে, সংঘর্ষে ৩৭ জন মানুষ মারা গেছেন। ৫৯ জনকে আটক করা হয়েছে।Hükümetin resmi açıklamalarına göre, polis 59 şüpheli saldırganı vururken, 38 sivil öldürüldü.
14নাফাং ডটকমের চালর্স লিউ এই নিষেধাজ্ঞা স্বপ্লকালীন সময়ের জন্য বলে উল্লেখ করেছেন। তবে এক পর্যায়ে এটা দীর্ঘমেয়াদে হতে পারে।Nanfang.com' dan Charles Liu, bu “geçici tedbir”in uzun vadeye dönüşmesinin muhtemel olduğunu belirtti.
15এর আগে ৪ জুন ২০১৪-এ জিনজিযাং কর্তৃপক্ষ মুসলমানদের পোশাক “স্বাভাবিক নয়” অ্যাখা দিয়ে লোকজনকে এই পোশাক পরা থেকে নিবৃত্ত করার উদ্যোগ নিয়েছিল।Bu yıl 4 Haziran gibi erken bir tarihten itibaren yetkililer Şincan'da, “normal olmadığı” gerekçesiyle halkın Müslüman kıyafetlerini giymemesi için baskı yapmaya başladı.
16গত মাসে রমজানের সময়ে জিনজিয়াং কর্তৃপক্ষ সরকারি চাকরিজীবীদের রোজা রাখা নিষিদ্ধ করেছিল।Geçen ay Ramazan ayında Şincan idaresi, devlet memurlarının oruç tutmasını bile yasakladı.
17বেশিরভাগ গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া “পাঁচ ধরনের অস্বাভাবিক উপস্থিতি” নিষিদ্ধের খবর পরিবেশন করে।“Beş anormal görünüş”ün yasaklanması haberi, sosyal medyada ve ana haber sitelerinde vurgulandı.
18তবে এ ঘটনায় জনগণের প্রতিক্রিয়া ছিল ব্যাপক।Toplumsal tepkiler oldukça uç noktada idi.
19অনেকেই কর্তৃপক্ষের নীতিকে সমর্থন দিয়েছেন। এদের কেউ কেউ সারাদেশে একই নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়েছেন।Bir tarafta, bir çok kişi yaptırıma olan desteğini gösterirken bir kısmı yasağın tüm ülkeye yayılmasını bile önerdi.
20কর্তৃপক্ষকে সমর্থন দিয়ে যেসব মন্তব্য এসেছে, তাদের বেশিরভাগই ছিল এমন:Aşağıda sıklıkla görünen hükümet yanlısı yorumları görebilirsiniz (Chongging sabah postası'nın Weibo yorum bölümünden [chi]):
21- এই নিষেধাজ্ঞা শুধু কারামে শহরেই নয়, সারাদেশেই আরোপ করা হোক। - অনেক দেশই জনসম্মুখে এই ধরনের পোশাক পরা নিষিদ্ধ করেছে। - কোনো সন্দেহ না রেখেই সমর্থন করছি।-Yasak Karamay Şehri ile kalmamalı, bütün ülke benzeri kıyafetleri yasaklamalı.
22এখন দরকার আয়রন ফিস্টের। - মুসলমানদের উদারনৈতিক হতে হবে, তা না হলে তাদের কোথাও বের হতে দেয়া হবে না। - ঠিকই হয়েছে।-Bir çok ülke bu çeşit aşırı dini kıyafetleri toplum içerisinde yasakladı. -Şüphesiz destek, demir yumruk gerekli.
23ধর্মীয় আচার-আচরণ শুধু উপাসনালয়েই করা উচিত।-Müslümanlar laik olmalı yoksa başka çıkışları yok!
24উন্মুক্ত স্থান উদারমনা হবে।-Doğru olan bu.
25অন্যদিকে অনেকেই এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।Dini uygulamalar ibadethaneler ile kısıtlı kalmalı. Toplum laik olmalı.
26উইবু ব্যবহারকারী দিপেং ৭৭৭ একটি পোস্ট দিয়েছে নিষেধাজ্ঞার ব্যাপারে।Diğer bir yanda, bir çok kişi yasağın etkililiğini sorguladı.
27সেখানে অনেকেই মন্তব্য করেছেন। সেখান থেকে কয়েকটি নেয়া:Aşağıda WeibouserDapeng777'in önemli haber kısmındaki yorumlardan seçmeler bulunmakta:
28- এ ধরনের নীতি মানুষে মানুষে বিবাদ বাড়িয়ে তুলবে।-Böyle bir uygulama el yapımı bir anlaşmazlık, herkesin kafası atar.
29যে কেউ এটা প্রত্যাখান করবে। - আমি সন্ত্রাসবাদীদের পছন্দ করি না।-Teröristleri sevmiyorum ve ay ile yıldız kıyafeti giyenlerden rahatsız oluyorum.
30তবে যারা চাঁদ-তারা মার্কা কাপড় পরে, তাদের জন্য অপ্রস্তুত বোধ করছি।Bazen kara çarşaf giyen Şincanlılar'dan korkuyorum.
31আমি খুব উদ্বিগ্ন জিনজিয়াংবাসী আবার কালো কাপড় পরে কি না।Ama sakallar bir şey ifade etmemeli ve teröristler ile bağdaştırılmamalı.
32তারা যদি গণপরিবহনে নিষিদ্ধ হয়, জিনজিয়াংয়ের ট্র্যাডিশনাল মানুষরা আরো উদ্বিগ্ন হয়ে পড়বে। - নৃ-তাত্ত্বিক পরিচয়ের মধ্যে দিয়েই আনুগত্য প্রকাশ পায়।Eğer toplu taşımadan yasaklanırlar ise daha gelenekçi Şincanlılar hüsrana uğrar. -Etnik köken ile tanımlanan sadakat.
33কয়েক বছর পরে একই দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটবে।Bunca yıl sonra aynı yaklaşım sürüyor.
34জাতীয়তাবাদের মধ্যে বৈষম্য ঢুকে গেলে গভীর সংঘাতের পটভুমি তৈরি করবে। - তরুণ বয়সে কার্ল মার্ক্সের লম্বা দাড়ি ছিল… - এই নিষেধাজ্ঞা আমাকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের দিনের কথা মনে করিয়ে দিচ্ছে।Milliyetçilik üzerine kurulu ayrımcılık sadece anlaşmazlıkları koyulaştırır. -Genç yaşından beri Karl Marx'ın uzun sakalı vardı.
35উইগুয়ের মধ্যমপন্থী হিসেবে পরিচিত পণ্ডিত ব্যক্তি আইহাম তোহতি সবসময়ে সব ধর্মবর্ণের সমন্বয়ের পক্ষে।-Bu yasak bana Güney Afrika'daki ırk ayrımını hatırlatıyor.
36তিনি মুসলিম জনগোষ্ঠীর পোশাক-আশাকের প্রতি এই নিষেধাজ্ঞা আরোপকে “চরমপন্থা” বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, এতে রক্তক্ষয়ী সংঘাত বাড়বে।Etnik uzlaşmayı savunan eğitimli ve ılımlı Uygur Ilham Tohti'nin tutuklanmasını ve geçenlerdeki Müslüman kıyafetlerini hedef alan radikal uygulamayı düşünürsek, şiddetli protestoların ve baskıların hırçın çemberi devam edecek.
37মানুষজনও এগুলো আঁকড়ে ধরে রাখতে চাইবে। উইঘুর হিউম্যান রাইটস প্রজেক্টের উর্ধ্বতন গবেষক হেনরিক জাদজিওয়েস্কি ফরেন পলিসিকে জানিয়েছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, চীনা কর্মকর্তারা বোধহয় একটি লেখা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন।Uygur İnsan Hakları Projesi'nde kıdemli bir araştırmacı olan Henryk Szadziewski, Çin Dış Politikası‘na: “Çinli yetkililer, ‘ya bizimlesin ya da bize karşısın', şeklinde bir hat çekip buna göre cezalandırıyor gibi.
38যেখানে লেখা আছে- হয় তোমরা আমাদের সাথে আছো অথবা আমাদের বিপক্ষে আছো।” dedi.