Sentence alignment for gv-ben-20140328-42435.xml (html) - gv-tur-20140415-959.xml (html)

#bentur
1মিশরে মুসলিম ব্রাদারহুডের ৫২৯ জন সমর্থক মৃত্যুদণ্ডে দণ্ডিতMısır 529 Müslüman Kardeşler Destekçisini İdam Cezasına Çarptırdı
2মৃত্যুদণ্ড কার্যকরণের জন্য একটি শিল্প মন্ডিত রাষ্ট্রীয় যন্ত্র।
3মুসলিম ব্রাদারহুডের ৫২৯ জন সমর্থককে ফাঁসি দেবার কাজে মিশরকে সহায়তা করার উদ্দেশে এটির নকশা করেছেন @Ternz@Ternz'in 529 Müslüman Kardeşler destekçisinin idam edilmesinde yardımcı olması için tasarladığı son teknoloji idam makinesi.
4মিশর আজ [২৪ মার্চ] ৫২৯ জন মুরসি সমর্থকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় প্রদান করেছে। গত আগস্ট মাসে মিশরের মিনিয়াতে সহিংস দাঙ্গায় জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে এই রায় প্রদান করা হয়।Mısır bugün [24 Mart] 592 Müslüman Kardeşler destekçisini geçen Ağustos ayında Yukarı Mısır'da bulunan El Minye'deki şiddetli ayaklanmalardaki rollerinden dolayı idam cezasına çarptırdı.
5ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মাদ মুরসির সমর্থনে আয়োজিত অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক শাস্তি প্রদান করার পরপরেই এই দাঙ্গা ছড়িয়ে পরে।
6এই দাঙ্গায় মুসলিম ব্রাদারহুডের কয়েক শত সমর্থক মারা গেছে। মিনিয়া দাঙ্গায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হন।Yüzlerce destekçinin ölümüne neden olan ayaklanmalar, Müslüman Kardeşler lideri devrik başkan Muhammed Mursi'yi desteklemek amacıyla yapılan oturma eylemlerinin engellenmesiyle başladı.
7এই অপরাধে অপরাধী সাব্যস্ত করে ৫২৯ জনের সবাইকে শাস্তি প্রদান করা হয়েছে। এই রায়টি মিশরের আধুনিক ইতিহাসে অন্যতম বৃহত্তর একটি মৃত্যুদণ্ডের রায়।El Minye ayaklanmaları bir polis memurunun ölümüne yol açtı; 529 sanığın suçlandığı bir vukuat.
8রায়টি নিয়ে তিরস্কার বা প্রশংসা উভয়ই করা হয়েছে। রাজনৈতিক বিস্তৃতির কোন প্রান্ত থেকে এই রায়টির সম্পর্কে প্রতিক্রিয়াটি এসেছে, তাঁর উপর নির্ভর করছে তিরস্কার করা হবে, নাকি প্রশংসা করা হবে।Mısır'da, modern tarihin en büyük idam cezalarından biri olan ceza, tepkinin hangi siyasi yelpazeden geldiğine bağlı olarak hem övüldü, hem yerildi.
9এই প্রতিক্রিয়াগুলোকে এখানে মাদা মাসর পর্যালোচনা করেছে।Mada Masr, tepkilerin sayımını burada [en] yapıyor .
10মিশরীয় ব্লগার জেইনোবিয়া বলেছেন, এই দণ্ডাদেশের জন্য গত ২৮ এপ্রিল তারিখে একটি চূড়ান্ত রায় ইস্যু করা হয়, যা একটি নতুন বিশ্ব রেকর্ডও ভঙ্গ করেছে।Mısırlı blogcu Zeinobia, nihai kararın 28 Nisan'da açıklanacağı bu mahkeme kararının yeni bir dünya rekoru kırdığını yazıyor.
11তিনি ব্যাখ্যা করেছেনঃAçıklıyor [en]:
12আমাদের দেশে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এইচসিভি [হেপাটাইটিস সি] আক্রান্ত রোগী আছে। সারা বিশ্বের মধ্যে আমাদের দেশে যৌন হয়রানির হার সবচেয়ে বেশি।Dünyadaki en yüksek HCV [Hepatit C] hastası sayısına sahibiz, dünyadaki en yüksek cinsel taciz oranına sahibiz ve bu gün mahkemede tek bir davada verilen toplu idam cezası rekoru kırdık!
13আজ আমরা আরেকটি রেকর্ড ভেঙ্গেছি। একটি মাত্র মামলায় আদালত কর্তৃক গন-মৃত্যুদণ্ডের আদেশ প্রদানের বিশ্ব রেকর্ড করেছি আমরা!!El Minye Ceza Mahkemesi'nin 529 sanığa verdiği tarihsel mahkeme kararından bahsediyorum, evet bütün dünyanın bahsediyor olduğu karar.
14আমি ৫২৯ জন বিবাদীর বিরুদ্ধে গঠিত মিনিয়া অপরাধী আদালতের ঐতিহাসিক রায় সম্পর্কে কথা বলছি।
15হ্যাঁ, আমি সেই রায়ের কথা বলছি, যে রায় নিয়ে সারা বিশ্ব এই মূহুর্তে কথা বলছে।
16জেইনোবিয়া আরও বলেছেনঃZeinobia ekliyor:
17আমি এখানে ঘটনাটি সম্পর্কে কিছু বলবঃBurada gerçeklerden konuşacağım :
18মিনিয়া বিচারে রাব্বা ছত্রভঙ্গের ফলাফল স্বরূপ ৫২৯ জন বিবাদীকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।529 sanık idam cezasına çarptırıldı ve 15'i Rabia dağıtılma olayı akıbetinde El Minye'deki duruşmada beraat edildi.
19এই মামলায় ১৩৯ জনকে শাস্তি দেয়া হয়েছে, যেখানে বাকিদের হয় জামিনে মুক্তি দেয়া হয়েছে নতুবা তারা পলাতক রয়েছে।Geri kalan sayı kefalet ile salınmış veya kaçak iken 139 kişi dava sırasında alıkonuldu.
20শুধুমাত্র ৫১ জন বিবাদী বিচারে অংশ নিয়েছে।
21কেননা এত অল্প জায়গায় অন্যান্য বিবাদীদের স্থান সঙ্কুলান করা যায়নি।Daha fazlasına yer olmadığı için sadece 51 sanık duruşmaya katılabildi.
22বিচার কাজটি শনিবারে শুরু করা হয়েছে এবং সোমবারের মধ্যে সম্পন্ন করে ফেলা হয়েছে।Duruşma Cumartesi başladı ve Pazartesi günü sona erdi.
23বিবাদীদের আইনজীবীরা বিচারক প্যানেলটিকে বদল করার দাবি জানিয়েছেন।Sanıkların avukatları Hakimler Paneli'nin değişmesini istedi fakat talepleri reddedildi.
24কিন্তু তাদের অনুরোধ বাতিল করে দেয়া হয়েছে।Orada bulunmayan sanıkların avukatlarının, sanıklarını savunlamarına izin verilmedi!
25“না অনুপস্থিতিতে” বিবাদীদের আইনজীবীদের বিবাদীদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করতে দেয়া হয়নি!!529 sanık Matay Polis İstasyonu Şerif Yardımcısı Mostafa El Attar'ın öldürülmesiyle suçlandı!
26মাতায় পুলিশ স্টেশনের ডেপুটি শেরিফ মোস্তফা আল আত্তারকে হত্যা করার দায়ে ৫২৯ জন বিবাদীকে অভিযুক্ত করা হয়!!
27মিশরের বিচার ব্যবস্থার ইতিহাসে এটি সবচেয়ে বড় গণ মৃত্যুদণ্ডাদেশ।Bu Mısır adli tarihindeki en büyük toplu idam cezasıdır.
28মিশর-ভিত্তিক সাংবাদিক বেল ট্রু বিস্ময় প্রকাশ করে বলেছেনঃMısır'da bulunan bir gazeteci Bel Trew merak ediyor:
29আমি চিন্তা করতে পারছি না, কীভাবে আপনারা ৫২৯ জন লোককে ফাঁসি দিতে পারেন।529 insanın nasıl asılacağını kafamda canlandıramıyorum bile.
30যদি একজন লোককে ফাঁসিতে ঝুলাতে ৫ মিনিট করে সময় লাগে, তবে ৪৪ ঘন্টারও বেশি সময় ধরে ক্রমাগতভাবে ফাঁসি দিয়ে যেতে হবে।Sadece 1 kişiyi asmak 5 dakika sürse bu en azından 44 saat boyunca durmayan bir kıyım olacak demektir.
31মিশরীয় @তারনজ কেবল দুই সপ্তাহ আগে কার্টুন আঁকা শুরু করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি এই সমস্যার একটি সমাধান নিয়ে এসেছেনঃ শৈল্পিক উপায়ে মৃত্যুদণ্ড কার্যকরকরণ যন্ত্রের এক রাষ্ট্র।Ve sadece iki hafta önce karikatür çizmeye başladığını itiraf eden Mısırlı @Ternz, bir çözümle ortaya çıktı: Son teknoloji idam makinesi.
32তিনি ব্যাখ্যা [আরবি] করেছেনঃAçıklıyor [ar]:
33আমি যখন আরাম করে বসেছিলাম, ঠিক তখন আমি নিজেকে প্রশ্ন করলামঃ আমি কোন সর্বোত্তম উপায়ে আমার দেশের জন্য কিছু করতে পারি ?Sakin bir kafa ile oturuyorken kendime sordum: Ülkeme en iyi ne şekilde hizmet edebilirim?
34কীভাবে আমি এই পরিস্থিতিতে দেশের কাজে আসতে পারি এবং সাহায্য করতে পারি ?Nasıl fayda gösterip yardımcı olurum?
35তাই আমি একটি কলম নিলাম এবং একটি যন্ত্রের নকশা করে ফেললাম। কেননা এই যন্ত্রটিই এই পরিস্থিতিতে মিশরে সবচেয়ে বেশি প্রয়োজন।Ve sonra bir kalem alıp Mısır'ın bu evresinde ihtiyacı olan bir makine tasarladım.
36এখানে তাঁর আঁকা মূল নকশাটি পাওয়া যাবেঃVe işte başyapıtı:
37পর্যাপ্তভাবে মৃত্যুদণ্ড কার্যকরকরণ বাস্তবায়ন করতে আমার একটি অবদান হিসেবে আমি আশা করি এই যন্ত্রটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাহায্য করবে।İdam cezalarının başarıyla uygulanmasında benden bir destek olarak, umuyorum ki, bu buluş yetkililerin ilgisini çeker.
38এটি হচ্ছে শৈল্পিক উপায়ে মৃত্যুদণ্ড কার্যকরকরণ যন্ত্রের এক রাষ্ট্র।Bu bir son teknoloji idam makinesidir.
39অতঃপর, যুক্তরাজ্য-ভিত্তিক সাংবাদিক ইনিগো গিলমোর পরিশেষে বলেছেনঃO sırada, Birleşik Krallık'ta bulunan bir gazeteci Inigo Gilmore neticelendiriyor:
40ভন্ড বিচারের মাধ্যমে তারা সাংবাদিকদের পশুর মতো খাঁচায় বন্দী করেছে এবং অন্যান্য ১০০ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। মিশর কি চায় পর্যটকেরা তাদের দেশ ছেড়ে চলে যাক ?Gazetecileri hayvanmış gibi kafesleyip, yüzlerce diğerine sahte duruşmalarda idam cezası veren Mısır, turistleri geri mi istiyor?