# | ben | tur |
---|
1 | প্রতিবাদ সত্ত্বেও মালয়েশিয়া এখনও একটি বৃহৎ বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে যা ২০ হাজার স্থানীয় লোককে গৃহহীন করতে পারে | Protestolara Rağmen Malezya 20.000 Yerliyi Evinden Edecek Olan Baraj İnşasına Başlıyor |
2 | বারাম সারাওয়াকের দৃশ্য। জায়গাটি বাঁধ প্রকল্পের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। | Baraj projesinden etkilenecek olan Baram, Sarawak. |
3 | জেটি ওয়ার্ড থেকে নেয়া ছবিটি অনুমতিক্রমে পুনরায় প্রকাশিত হল। | Görüntü: Jettie Word, izin alınarak yayınlanmıştır. |
4 | স্থানীয় অধিবাসী এবং স্থানীয় জনগণের প্রচন্ড বিরোধীতার মুখেও মালয়েশিয়ার সারাওয়াকের স্থানীয় সরকার এ অঞ্চলে একটি বৃহৎ বাঁধ নির্মাণ করতে যাচ্ছে। স্থানীয় জনগণ এই প্রকল্পের বিরোধীতা করছেন। | Projeden etkilenecek olan yerli halk ve bölgede yaşayan insanların şiddetli itirazına karşın Malezya'nın Sarawak yerel yönetimi devasa bir baraj inşa ediyor. |
5 | কারন এতে করে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সারাওয়াক হচ্ছে বোমিও দ্বীপের একটি অংশ। | Sarawak, Borneo Adası'nın zengin doğal kaynaklarıyla ünlü bir bölgesi. |
6 | স্থানটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়ার কারণে অত্যন্ত বিখ্যাত। প্রস্তাবিত বাঁধটি সারাওয়াকের উত্তরাঞ্চলে অবস্থিত বারামে নির্মিত হবে। | Sarawak'ın kuzeyinde Baram için sunulan baraj projesinin 1.200 megawattlık enerji üretmesi bekleniyor, fakat çoğu kişi bu durumun 412 kilometrekarelik yağmur ormanını sular altında bırakacağından korkuyor. |
7 | আশা করা হচ্ছে, এখানে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। তবে অনেকেই ভয় পাচ্ছেন যে এখানে বাঁধ দেয়ার ফলে বৃষ্টি প্রধান ক্রান্তীয় অঞ্চলের ৪১২ কিলোমিটার বনাঞ্চল পানির নিচে ডুবে যাবে। | Aynı zamanda Kayan, Kenyah ve Penan yerleşimlerindeki 20.000 kadar yerli insan inşa sırasında zorla yerinden edilecek. |
8 | তাঁর পাশাপাশি বাঁধ নির্মাণের সময় কায়ান, কেনিয়াহ এবং পেনানের আদিবাসী দলের ২৭ টি উপনিবেশের প্রায় ২০ হাজার লোককে জোর করে অন্যত্র সরিয়ে নিতে হবে। | Baram Barajı, yerel yönetimin Sarawak'ta inşa etmeyi planladığı 12 dev barajdan biri. |
9 | বারাম বাঁধ ১২ টি বড় বড় বাঁধের মধ্যে অন্যতম যা স্থানীয় সরকার সারাওয়াকে নির্মাণের পরিকল্পনা করছে। | Baraj karşıtı aktivist ve yerli lider olan Peter N. |
10 | পিটার এন. জি. | J. |
11 | কেলাং একজন স্থানীয় নেতা এবং বাঁধ বিরোধী সক্রিয় কর্মী। তিনি সতর্ক করে দিয়েছেন, বাঁধটি বারামের আদিবাসী বিভিন্ন দলের মূল জনসংখ্যাকে অপসারণ করে দিবেঃ | Kallang, barajın Baram yerli halklarının ana kitlesini yok edeceği konusunda uyarıda bulundu: |
12 | যারা বারামে বসবাস করছেন এবং যারা বারামের দীর্ঘকালীন কল্যাণ চিন্তা করেন, তাদের জন্য নয় বরং অন্যদের সুবিধার জন্য বাঁধটি নির্মাণ করা হবে। | Baraj Baram'ın uzun süreçteki sağlığı veya yerli halk için değil, başkalarının çıkarı için kurulacaktır. |
13 | ক্ষতিগ্রস্তদের একজন হিসেবে আমি এই অবিচার এবং এই জঘন্য ও অপব্যবহারমূলক শোষণ বুঝতে পারছি না। | Durumdan zarar gören birisi olarak bu haksızlığa ve istismara anlam veremiyorum. |
14 | আপাত দৃষ্টিতে এটিকে একটি নির্বোধ সুযোগ গ্রহণ বলেই মনে হছে, যা মূলত লোভের সাথে সাথে দুষ্কর্মের বশবর্তী হয়ে করা হচ্ছে। | Sınır tanımayan bir para sevdası ile yapılan mantıksız bir sömürüden başka bir şey değil. |
15 | আমরা যারা সরাসরিভাবে ক্ষতিগ্রস্তের দল, তাদের জন্য কেউ আমাদের এভাবে চিন্তা করার জন্য দায়ী করতে পারবে না যে আমাদের মতো নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে সরিয়ে দিতে এটি একটি উদ্দেশ্য প্রণোদিত এবং ইচ্ছাকৃত একটি কৌশল। | Doğrudan ve olumsuz yönde etkilenen taraflar olarak bu projenin soyumuzu yok etmek için kasti ve hesaplanmış bir plan olduğunu düşünüyorsak kimse bizi bu nedenle suçlayamaz. |
16 | বাঁধ নির্মাণ প্রতিরোধ করতে স্থানীয় অধিবাসীরা গত বছর থেকে অবরোধ কর্মসূচী পালন করছেন। | Geçen yıldan beri yerel halk inşaatı engellemek alanı ablukada tutuyorlar. |
17 | বাঁধ নির্মাণের বিরুদ্ধে তাদের প্রচারণাতে সমর্থন জানাতে মালয়েশিয়াতে বসবাসকারী অন্যান্য সম্প্রদায় এবং সারা বিশ্ব জুড়ে বিভিন্ন পরিবেশবাদী নেটওয়ার্কগুলোর প্রতিও তারা আবেদন জানিয়েছেন। | Ayrıca baraja karşı mücadelelerine destek bulmak için Malezya'nın diğer topluluklarına ve dünyanın her yanından çevreci topluluklara da çağrıda bulundular. |
18 | বারাম বাঁধ নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ। | Baraj projesine karşı protesto. |
19 | নদী বাঁচাও কর্মসূচীর ফেইসবুক পেইজ থেকে নেওয়া ছবি। | Görüntü: Save Rivers |
20 | বাঁধ নির্মাণ বন্ধ করতে স্থানীয় অধিবাসীদের দ্বারা পালিত একটি অবরোধ কর্মসূচী। | Yerel halk tarafından inşayı engellemek için kurulan bir barikat. |
21 | নদী বাঁচাও কর্মসূচীর ফেইসবুক পেইজ থেকে নেওয়া ছবি। | Görüntü: Save Rivers |
22 | বারাম বাঁধ নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে অনুষ্ঠিত র্যা লী। | Baram Baraj Projesi'ne karşı yürüyüş. |
23 | সারাওয়াক প্রতিবেদন থেকে নেয়া ছবি। | Görüntü: Sarawak Report |
24 | বারামে অবরোধ প্রতিরোধ চলছে। | Baram'da abluka devam ediyor. |
25 | জেটি ওয়ার্ড থেকে নেয়া ছবিটি অনুমতিক্রমে পুনরায় প্রকাশিত হল। | Görüntü: Jettie Word, izin alınmıştır. |
26 | সম্প্রদায়ের নেতৃত্বে বারাম বাঁধ নির্মাণ অবরোধ কর্মসূচীর ৫৫৫ তম দিন চলাকালীন গত সপ্তাহে বোর্নিও প্রকল্প একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে। | Geçen hafta, topluluk olarak devamı süren Baram Barajı ablukasının 555. gününde The Borneo Project tarafından barajın neden gerekli olmadığını ve yerel halkın menfaatine olmayacağını açıklayan bir belgesel yayınlandı. |
27 | প্রামাণ্যচিত্রটিতে ব্যাখ্যা করা হয়েছে, সারাওয়াকে বাঁধ নির্মাণ প্রকল্প কেন জরুরী নয় এবং স্থানীয় জনগণ কীভাবে এ থেকে কোনভাবেই উপকৃত হবে না। | Belgeselde aynı zamanda baraj projesinin yürütülmesinde yolsuzluğun büyük bir etken olup olmadığı da inceleniyor. |
28 | সরকার কিছু দিন আগে বারামে বাঁধ নির্মানের আদেশ দিয়েছে। এখন এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী আরও প্রবল হবে বলে আশা করা হচ্ছে। | Birkaç gün önce Baram Barajı'nın inşasına başlanması için devletin karar vermesi üzerine protestoların yoğunlaşması bekleniyor. |