# | ben | tur |
---|
1 | ইউরোপঃ অর্থনৈতিক সঙ্কট অভিবাসন বিরোধী রাজনীতিতে উত্তেজনা ছড়াচ্ছে | Avrupa: Ekonomik Kriz Göçmen Karşıtlığını Ateşliyor |
2 | ফরাসী রাষ্ট্রপতি নির্বাচনের হয়ত পরিসমাপ্তি ঘটেছে, তবে বাস্তবতা হচ্ছে বিদায়ী রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি তাঁর প্রচারণার মূল লক্ষ্যবস্তু হিসেবে অভিবাসী বিরোধিতাকে বেছে নিয়েছিল [ফরাসী ভাষায়], যা এখনো ওয়েবে এক বহুল আলোচিত বিতর্কের বিষয়। | Fransız başkanlık seçimi [en] sona ermiş olabilir ama seçimi kaybeden başkan Nicolas Sarkozy'nin seçim kampanyasının merkezine göçmenlik sorununu koymuş olması [fr] hala Internet'te tartışılmakta. |
3 | অনেক নেট নাগরিক বিস্মিত এই কারণে যে নির্বাচনে ডানপন্থীদের সাথে মাখামাখির এই বিষয় তাঁর পরাজয়কে স্বাগত জানিয়েছে নাকি এর বিপরীতে, এই ঘটনায় ভোটাররা তাঁর প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে [ফরাসী ভাষায়]। | Birçok kişi aşırı sağla girdiği flörtün mağlubiyetini azalttığını söylüyor, birçoğu da bunun aksine bunun seçmeninin onu terketmesinin nedenlerinden biri [fr] olduğunu düşünüyor. |
4 | ইউরোপের ভোটারদের বহু সংস্কৃতিবাদের প্রতি আগ্রহ হ্রাস পাওয়ার বিষয়টিকে মাথায় রেখে অভিবাসনকে বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের মূল কারণ হিসেবে চিহ্নিত করার ঘটনা পুরো ইউরোপ মহাদেশ জুড়ে উগ্র-ডানপন্থীদের জন্য ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছে। | Avrupa seçmeninin çok kültürlülük konusundaki iştahının ne kadar azaldığı [en] göz önüne alındığında, tüm kıtada aşırı-sağ partilerin küresel ekonomik krizi göçmenlik sorununa bağlamalarının başarısı görülmekte. |
5 | আফ্রিকার উদ্বাস্তু নাগরিক, ছবি ভিটো মানজারি-এর (সিসি বাই ২. | Afrikalı göçmenler Foto: Vito Manzari (Flickr) (CC BY 2.0) |
6 | ০) অভিবাসীদের নিয়ে তৈরী করা এই আলঙ্কারিক শব্দগুলো পরিচিত মনে হবার কারণ হচ্ছে শতাব্দীর পর শতাব্দী ধরে অভিবাসন চক্রাকারে এই পুরোনো মহাদেশটিকে ঠিক সঙ্কটের সময় আক্রান্ত করে। | Eğer bu söylem size yakın geliyorsa, bu yüzyıllardır bu döngünün kriz zamanlarında eski kıtayı sürekli etkisi altına almasındandır. |
7 | ভ্যালেরি তাঁর ব্লগ ক্রেপে গ্রেগোরিত্তে-এ, ফ্রান্সে অভিবাসন সংক্রান্ত ধারণার সময়কালের পুনর্গণনা করেছেন [ফরাসী ভাষায়], ১৯ শতকের প্রথমার্ধ থেকে আজকের দিন পর্যন্ত: | Valérie, bloğu ‘Crêpe Georgette'te, 19. Yüzyıl'ın ilk yarısından bugüne kadar Fransa'da göçmenlik algısının tarihçesinden [fr] sözediyor: |
8 | আমরা প্রায়শই শুনে থাকি যে “এর আগে যে সমস্ত অভিবাসনের ঢেউ-এর সৃষ্টি হয়েছিল, তা ছিল শ্রম সংক্রান্ত, যা কিনা সমস্যার সৃষ্টি করেনি, এবং ফ্রান্স বিষয়টিকে নির্দ্বিধায় গ্রহণ করেছিল” । | Eğer tek bir moda düşünce varsa o da, eski göçmenlerin (İtalya, Polonya, İspanya ve Belçikalı) artık topluma entegre olduğu, ama henüz Mağrip ve Afrikalıların henüz bu durumda olmadığıdır. |
9 | আসুন আমরা একেবারে সম্প্রতি সৃষ্ট অভিবাসনের ঢেউ সর্ম্পকে বর্তমানে করা মন্তব্যগুলোকে চিহ্নিত করি, যা কিনা প্রায় পুরোনো গতানুগতিক মন্তব্যের পুনরাবৃত্তি, আর সকল অভিবাসী সম্প্রদায় এই সকল মন্তব্যের মুখোমুখি হয়েছে (তা সে গ্রাম থেকে উঠে আসা কিংবা বিদেশ থেকে আসা অভিবাসী হোক)। | Sürekli şunu duyuyoruz: “önceki göçmen akınları iş içindi, sorun çıkarmadılar ve Fransızlar tarafından mükemmel bir biçimde kabul gördüler.” Şunu kabul etmemiz gerekli ki en son göçmen akınları hakkındaki yorumlarımız sadece bugüne kadar gelen bütün göçmen toplumların çektiği (ister köylerden, isterse başka bir ülkeden gelmiş olsunlar) eski önyargıların bir tekrarından ibaret. |
10 | ইতালীয় এবং স্প্যানিশ অভিবাসীরা যে মুল ধারার সাথে সংযুক্ত হতে পারেনি আর তারা তা পারে না, এবং যারা আজকে পূর্ব ইউরোপ এবং আফ্রিকা থেকে আসা অভিবাসীদের বিপক্ষে, এই দুটি অভিযোগের বিষয়ের ভ্যালেরি একটি সমান্তরাল তুলনা করেছে: | Valérie İtalyan ve İspanyol göçmenlerin entegre olmadığını ve olamayacağını iddia edenlerle bugün Doğu Avrupa ve Afrika'dan gelenlere karşı olanlar arasında paralellik kuruyor: |
11 | সকল অভিবাসী জনগোষ্ঠী-কিন্তু যারা সাধারণত গরীব-তারা শতাব্দী ধরে অনুজ্জ্বল ভাবে চিহ্নিত হয়ে রয়েছে, তারা নোংরা, এরা মূলধারার সমাজের সাথে মিশতে পারে না, এরা অনুগ্রহ প্রার্থী, তারা কামুক, এবং অন্যান্য উত্তেজক প্রথার দ্বারা পরিচালিত। | Yüzyıllar boyunca tüm göçmen nüfus-özellikle de fakir olanlar- daima kirli, uyum sağlayamamış, şehvet ve diğer yabancı adetlere sahip olarak görüldü. |
12 | যেমনটা আপনার অনেকে পর্যবেক্ষণ করেছেন, বর্তমানে অভিবাসন সম্পর্কে “ইসলামিকরণ” প্রতিবেশীকরণ” “প্লাবিত করে ফেলা” , মেয়েদের বোরখা পড়া, এবং তাদের দশের মত সন্তান থাকা, এই কথাগুলো শুনছেন, যা কিনা এর আগের অভিবাসনের ঢেউ-এর সময় করা উক্তির পুনরাবৃত্তি। | Kolayca gözlemleyebileceğiniz gibi, bugün “islamlaşmış” mahalleler için söylenen, başörtülü kadırlarla dolu olması, sahip oldukları onlarca çocuk gibi şeyler tüm önceki göç dalgalarında da söylenmişti. |
13 | ইতালীয় অভিবাসী ভয়াবহ খাবার রান্না করে, তাদের অনেক বেশী সন্তান সন্ততি এবং তারা অরুচিকর পোষাক পড়ে। পোলিশ অভিবাসী অদ্ভুত এক নিজস্ব ক্যাথলিক ধর্ম চর্চা করে, এবং সমাবেশে তারা দাড়িয়ে পড়ে, যেখানে যথাযথ একজন ফরাসী নাগরিক বসে থাকে। | İtalyan göçmenlerin feci yemekler pişirdiği, çok fazla çocuk yaptıkları ve paçavralar içinde dolaştığı söylenir, Polonyalı göçmenlerin kendilerine özgün Katoliklikleri, Fransızlar olması gerektiği gibi otururken onların tüm ayin süresince ayakta durmalarıyla alay edilirdi. |
14 | অর্থনৈতিক সঙ্কট একমাত্র কারণ নয় | Ekonominin kötü gidişi tek neden değil |
15 | সর্বোপরি, কেবলমাত্র অভিবাসন অর্থনৈতিক সঙ্কট দিয়ে বিরোধী যুক্তির আকর্ষণকে ব্যাখ্যা করা যাবে না। | Ama yine de ekonominin kötü gidişi göçmen karşıtı fikirlerin çekiciliğini tek başına açıklayamaz. |
16 | ফ্রান্সের বহু-সংস্কৃতিক বিষয়ক ভবিষ্যৎ নিয়ে এক সম্পাদকীয়তে জুলি ওয়ানো উক্ত বিষয় সম্পর্কে উল্লেখ করেন: | Fransa'da çok kültürlülüğün geleceği konusunda yazdığı bir makalede Julie Owono şunları vurguluyor: [en] |
17 | ইউরোপের ভবিষ্যৎ সম্বন্ধে বাড়তে থাকা উদ্বেগের কারণ কেবল এই অর্থনৈতিক সঙ্কট নয়। | Avrupa'nın geleceğine dair kaygıların büyümesi sadece krizle açıklanamaz. |
18 | কিছু রাজনীতিবিদ প্রথম রাউন্ড ভোটের দিন সন্ধ্যায় দ্রুত ব্যাখ্যা প্রদান করেছিল, তাদের বিশ্লেষণের বিপরীতে মনে হচ্ছে, যে সমস্ত ফরাসী উগ্রবাদকে ভোট দিয়েছে, তারা অভিবাসন সংক্রান্ত কারণে সৃষ্ট সঙ্কটের দ্বারা খুব একটা আক্রান্ত হয়নি। | (Seçimlerin) ilk turunun sonunda politikacıların hemen verdikleri beyanların aksine oyunu radikallere veren Fransızların çoğunluğu göçmen sorunundan etkilenen kesim değil. |
19 | ফরাসী বিশ্লেষকরা আবিষ্কার করেছেন যে, যে সমস্ত ফরাসীরা উগ্রবাদকে ভোট দিয়েছে, তারা ন্যাশনাল ফ্রন্টের মোট ভোটের ৬২ শতাংশ, তারা যে সমস্ত এলাকার বাসিন্দা, সেখানে অভিবাসনের হার খুব সামান্য। | Fransız analistlere [fr] göre National Front'a oy verenlerin %62si için göçmenlik büyük bir sorun iken partinin yüksek oy aldığı bölgelerde göçmen yoğunluğu düşük. |
20 | একটি ইউরোপীয় প্রপঞ্চ। | Bir Avrupa Fenomeni |
21 | ইউরোপে বিদেশীর সংখ্যা, ছবি ফ্লিকারের ডিজিটাল ড্রিমস-এর, লাইসেন্স-সিসি-বাই | Avrupa'da Yabancılar Digital Dreams tarafından FlickR'de yayınlandı. |
22 | অভিবাসীদের বিরুদ্ধে রাজনীতিবিদেরা যে একই সুরে সেই পুরোনো গান গেয়ে আসছে তা কেবল ফ্রান্সের মাঝে সীমাবদ্ধ নয়। | License-CC-BY Göçmenlere karşı bu eski şarkıyı söyleyen siyasiler sadece Fransa'da bulunmuyor. |
23 | গ্রিসে নব্য নাৎসি দল, যারা গোল্ডেন ডাউন নামে পরিচিত তারা দেশটির অর্থনৈতিক সঙ্কটের সুযোগ নিয়েছে এবং একেবারে সম্প্রতি হওয়া সাধারণ নির্বাচনে সাফল্য লাভ করেছে। | Yunanistan'da Altın Şafak diye adladırılan Neo-Nazi parti ülkenin içinde bulunduğu zorluklardan yararlanarak [en] son seçimlerde oyunu büyük oranda artırdı. |
24 | যুক্তরাজ্যে, জেমস নামের এক মন্তব্যকারী এই বাস্তবাতায় তাঁর প্রতিক্রিয়া প্রদর্শন করেছে যে ক্যামেরন, মরকেল, সারকোজি ইউরোপে বহুসংস্কৃতিবাদের ব্যর্থতার কথা ঘোষণা করেছে: | Büyük Britanya'da James adındaki bir yorumcu Cameron, Merkel, ve Sarkozy'nin Avrupa'da çok kültürlülüğün başarısız olduğunu deklare etmesine [en] şöyle tepki gösteriyor: |
25 | সে [ মরকেল] চায় যে সম্পদশালী জাতি গরীব এলাকার মানুষকে আলিঙ্গন করুক এবং তাদের প্রশিক্ষণ প্রদান করুক! | [Merkel] zengin ülke halklarının daha fakir halkları kucaklamasını ve eğitmesini istemişti. |
26 | এই বিষয়টি কাজ করছে না, এর জন্য আমাদের কোটি কোটি টাকা ব্যয় করতে হয়েছে এবং প্রতি বছর তা ক্রমশ ব্যায়বহুল হয়ে উঠছে। | Bu işe yaramadı, bu bize milyarlara maloldu ve her geçen yıl da daha pahalı hale geliyor. |
27 | বিষয়টি যেন এমন যে, রোমানিয়ার এক কৃষক, যে কিনা ব্রিটেনে কাজ করে, নিজেকে গরীব দাবী করে সে সকল টাকা বাড়ীতে পাঠাচ্ছে, একটি রাজকীয় বাড়ি বানানোর জন্য, বাস্তবে এমনটাই ঘটছে। | Romanyalı bir çiftçinin İngiltere'de çalışmasını, fakirlikten yakınırken kazandığı bütün parayı ülkesine bir köşk inşa etmek için göndermesini mi tercih edersiniz? |
28 | ভ্যালেরী বলছে যে অভিবাসন বিরোধী আলঙ্কারিক শব্দের পুনরায় আগমনে, তিনি তেমন বিস্মিত নন। | Şu anda olan bu! |
29 | ভ্যালেরী বলছে যে অভিবাসন বিরোধী আলঙ্কারিক শব্দের পুনরায় আগমনে, তিনি তেমন বিস্মিত নন। | Valérie artık sürekli aynı göçmenlik karşıtı söylemin kullanılmasına şaşırmıyor. |
30 | ভদ্রমহিলা তাঁর ব্লগে এই বিতর্ক উন্মুক্ত করার জন্য আরো কিছু প্রবন্ধ পাঠে পরামর্শ প্রদান করেছে: | Tartışmayı genişletmek [fr] için bloğunda bir okuma listesi tavsiye ediyor: |
31 | মাঘরেব এবং আফ্রিকা থেকে আসা অভিবাসীদের নিয়ে যে উদ্বেগ সেই বিষয়ে আলোচনার ক্ষেত্রে, যে কেউ ১৯ শতক এবং ২০ শতকের শুরুর সময়কার পাঠ থেকে কিছু অর্জন করতে পারবে, যে সবের মধ্যে দিয়ে জানা যাবে যে এ রকম ভয়ের ভিত্তি কোথায় এবং শতাব্দী ধরে এই বিষয়ে সেই একই যুক্তি প্রদান করে আসা হচ্ছে। | Mağrip ve Afrika göçmenlerine karşı duyulan rahatsızlıkla başedebilmek ve bu korkuların temellerini, yüzyıllar boyunca aynı argümanların nasıl kullanıldığını anlamak için 19. Yüzyıl ve 20. Yüzyıl'ın başlarında yazılmış metinlerden öğreneceklerimiz var. Şunları okumanızı tavsiye ederim: |
32 | এই বিষয়ে আরো পাঠের জন্য -এস মেলাস যে সমস্ত প্রবন্ধ পাঠ করার পরামর্শ প্রদান করেছে [ফরাসী ভাষায়]-এ. | - Melle S. [fr] tarafından tavsiye edilmiştir: A. |
33 | সাইদ, অভিবাসন অথবা রাষ্ট্রের ভিন্নতার ধাঁধাঁ [ফরাসী ভাষায়] (১. এক অসাধারণত্বের বিভ্রান্তি এবং ২. | Sayad, Göçmenlik veya Başkalığın Çelişkileri [fr] (1. Geçicilik yanılsaması ve 2. Gayrımeşru çocuklar) - Gérard Noiriel, Fransız Değişim Potası - Laurent Dornel, Düşmancıl Fransa. |
34 | অবৈধ সন্তানেরা) -জেরার্ড নোইরিয়েল, ফরাসি এক গলিত-পাত্র -লরা দোনেল, আক্রমণাত্মক ফ্রান্স, ১৯ শতকে ফ্রান্সে জাতিগত বিদ্বেষের ইতিহাস [ফরাসী ভাষায়]। | 19. Yüzyılda Fransa'da Yabancı Düşmanlığının Tarihi [fr] |