Sentence alignment for gv-ben-20150425-48216.xml (html) - gv-tur-20150407-1222.xml (html)

#bentur
1পরিসংখ্যানে গেরিসা হামলায় নিহতের সংখ্যা ১৪৭ বলা হলেও প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশীGarissa Saldırısında Öldürülen 147 Kişi Bir İstatistikten Fazlası
2স্বাধীন সংবাদপত্র ডেইলি নেশন (@ডেইলিনেশন) থেকে নেয়া একটি স্ক্রিনশট। টুইটারে শেয়ারকৃত স্ক্রিনশটটিতে গেরিসা গুলিবর্ষণের শিকারদের ছবিগুলো বিশেষভাবে তুলে ধরা হয়েছে।El-Şebab [tr] ordusu tarafından yapılan azami 147 kişinin öldürüldüğü [tr] Garissa Üniversitesi Akademisi saldırısının uluslararası ve yerel medya yayınları şiddetle eleştirildi.
3গেরিসা বিশ্ববিদ্যালয় কলেজে গুলিবর্ষণের ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক এবং স্থানীয় প্রচার মাধ্যমগুলোতে প্রচারিত বিভিন্ন সংবাদে বলা হয়েছে, আল-শাবাব সামরিক বাহিনীর হাতে কমপক্ষে ১৪৭ জন নিহত হয়েছেন।Saldıranların isimleri geniş çapta yayınlanmışken, mağdurların sayısı bir sayıya indirildi: 147.
4প্রচার মাধ্যমগুলোতে এ ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে। আক্রমণকারীদের নাম যখন ব্যাপকভাবে প্রকাশিত হয়ে পড়েছে, তখন নিহতের সংখ্যা কমিয়ে ১৪৭ জন বলা হচ্ছে।Karşılık olarak, çevrimiçi Kenyalılar vahşi olayın mağdurlarına yüz ve isim verme çabasına giriştiler.
5এ ঘটনার প্রতিক্রিয়ায় কেনিয়ান অনলাইনগুলো বর্বরোচিত সহিংসতার শিকার এসব লোকের নাম এবং চেহারা খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।Kenyalı yazar Binyavanga Wainaina Kenya için, “kaybettiğimiz her bir vatandaşı düzgün bir şekilde anmıyorsak ulus değildir” dedi:
6ব্লগিং এ্যাট দ্যা আফ্রিকা কেনিয়ার স্থানীয় একটি ব্লগ।Mpeketoni'de ölenlerin isimlerini, yaşlarını ve fotoğraflarını görmek istiyorum.
7কেনিয়ান লেখক বিনয়াভাঙ্গা ওয়াইনাইনা সেখানে বলেছেন, “যে নাগরিকদের আমরা হারিয়েছি তাদের প্রত্যেককে স্মরণীয় করে রাখতে না পারি, তবে কেনিয়া কোন জাতির পর্যায়ে পরে নাঃ”
8যারা এমপিকেতনিতে মারা গেছেন, আমি তাদের নাম, বয়স এবং ছবি দেখতে চাই।2007-2008 Kenya Krizi sırasında ölenler, anlatılanlar.
9পিইভির সময় যারা নিহত হয়েছেন তাদের গল্পগুলো ভুলে যাওয়া কোন কাজের কথা নয়।Unutmak iyi değildir.
10এই হামলার ঘটনায় আমাদের জনসচেতনতা হয়তো আবার জেগে উঠবে।Toplumsal ortaklıklarımız böyle olaylarda yeniden uyanır.
11একজন কেনিয়ানকে কোন প্রতিষ্ঠান পরিচালনা করতে দেয়া হলে যখন সে সেটিকে নগ্ন করে ফেলে, বিবস্ত্র করে শুকিয়ে ফেলে, শুকাতে শুকাতে অবশেষে প্রতিষ্ঠানটিকে জম্বিতে পরিণত করে, যেন একটি প্লাস্টিকের রাবার ব্যান্ড জম্বিকে আরেকটি নতুন রূপ দেয়া হয়, যেন অন্য কোথাও আবার শাসন করতে পারে, তখন সেটিকে দেখেও না দেখার যে রাজনীতি, আমরা নিজেদের মুখোমুখি হতে প্রস্তুত নই, আমাদের বেদনাগুলোর পরিপূর্ণতার মুখোমুখি হতে প্রস্তুত নই, বলার রাজনীতিও একই রাজনীতি।Kendimizle yüzleşmeye hazır olmayışımızı, acımızın dolup taşmış olduğunu söyleme politikası, bir Kenyalının işletmesi için verilen kuruluşları soyup soğana çevirip, adeta bir zombi olarak, yeni bir tür lastik bant zombisi olarak dönüp, başka bir yeri idare etmek için giderken görmezden gelmemize yer veren politikanın aynısıdır.
12তিনি আরও বলেছেনঃVe devam etti:
13আমি দেখতে চাই, ত্রিশ লাখ নাইরোবিয়ান যেন কেঁদে, গান গেয়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে রাজপথ ভাসিয়ে দেন। কেননা আমাদের শিশুদের হত্যা করা হয়েছে।Çocuklarımız öldüğü için sokaklara ağlamaya, şarkı söylemeye, sarılmaya çıkan Nairobili'yi görmek istiyorum.
14আমরা একেবারে নিজের ভিতরে নিভৃতে বসবাস করি, এমন অনুভূতি থেকে আমি বেড়িয়ে আসতে চাই।İçimizde çoğunlukla kişiye özel yaşadığımız hissini durdurmak istiyorum.
15আমি কখনও আত্ম-ক্ষমতায়ন শব্দটি পুনরায় শুনতে চাই না।“Kendini güçlendirme” lafını bir daha asla duymak istemiyorum.
16অরি অকোল্লহ এমওয়াঙ্গি টুইটারে ব্যাখ্যা করেছেন, আফ্রিকার সংস্কৃতিতে নিহতদের নাম প্রকাশ করা কেন গুরুত্বপূর্ণঃTwitter'da, Ory Okolloh Mwangi, ölenleri isimlendirmenin Afrika kültüründe neden önemli olduğunu açıkladı:
17নামকরণ করা এবং বিভিন্ন অনুষ্ঠানাদির নামকরণ করা আফ্রিকান সংস্কৃতিতে বেশ বড় বিষয়। এটি আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ জীবনের অর্থ বোঝায়।İsimlendirmek ve isimlendirme törenlerinin Afrika kültüründe büyük yeri var. Geçmiş, mevcut, gelecek zamanı belirtiyor.
18আর তাই একজন একজন করে আমরা তাদের সবার নামকরণ করব।Ve biz de birer birer isimlendiriyoruz.
19নিহতদের প্রতি আরও হৃদয়বান হতে কয়েকজন টুইটার ব্যবহারকারী তাদের নাম এবং ছবিগুলো শেয়ার করতে #১৪৭শুধুএকটিনম্বরনয় হ্যাশট্যাগটি টুইট করেছেনঃMağdurları “insanlaştırmak” için isimlerini ve fotoğraflarını, bazı Twitter kullanıcıları #147notjustanumber (147 Sadece Sayı Değildir) etiketiyle paylaştılar:
20শান্তিতে ঘুমাও এলিজাবেথ নিয়ানগারোরা।Huzur içinde yat Elizabeth Nyangarora.
21সেন্ট অ্যাণ্ড্রুজ কাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে পাশ কৃত।2012 yılı St. Andrews Kanga Kız Lisesi mezunu.
22ইনি হচ্ছেন টোবিয়াস।#147notjustanumber #TheyHaveNames (Onların İsimleri Var)
23#গেরিসাআক্রমণ এ মারা যান।Bu Tobias, #GarissaAttack (Garissa Saldırısı) sırasında öldürüldü.
24আমাদের কাছে তার নম্বর নাই। তিনি পুত্র, ভাই ও বন্ধুবান্ধব রেখে গেছেন।O bizim için bir sayı değil, o bir oğul, kardeş, arkadaş.
25শান্তিতে ঘুমাও বিটি অয়াঞ্জিকু (শিকো)।#147notJustANumber Huzur içinde yat Ivy Betty Wanjiku (Shiko).
26প্রথম বর্ষের শিক্ষার্থী।Birinci sınıf öğrencisi.
27এঞ্জেলো ‘কা/জোজো' কামিতা গিথাকাওয়া।#GarissaAttack#147NotJustANumber
28কারিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১১ সালের একজন প্রাক্তন ছাত্রী।Angela ‘Ka/Jojo' Kimata Githakwa #147notjustanumber#TheyHaveNames Karima Kız Lisesi 2011 mezunu.
29আমরা আমাদের অন্তরে তাদের স্মৃতি চিরকাল ধারণ করব।#147notjustanumber Hatıralar her daim kalbimizde olacak.
30দয়া করে, তাদের জীবনবৃত্তান্ত এবং ছবি পাঠান।Lütfen bilgi ve fotoğrafları göndermeye devam edin.
31আক্রমণকারীরা যেহেতু সংবাদের শিরোনামে পরিণত হয়েছেন এবং তাদের নামগুলো অমর হয়ে আছে, তাই তাদের হাতে নিহতরা পরিসংখ্যানের মতোই হারিয়ে যাচ্ছেন।Saldıranlar manşetlerde ve isimleri ölümsüzleştirilmişken, mağdurları sadece istatistik olarak unutuluyor. #147notjustanumber
32@রেকলভিসে লিখেছেন, এটি জীবনের ব্যাপার কোন পরিসংখ্যানের বিষয় নয়ঃ@Reclvse durumun istatistik değil, hayatlarla ilgili olduğunu yazdı:
33#১৪৭শুধুএকটিনম্বরনয় নিশ্চিত করতে গেরিসা আক্রমণে নিহতদের নামগুলো এবং গল্পগুলো কেনিয়ানরা যেভাবে উল্লেখ করছেন তা আমার ভালো লেগেছে।Kenyalılar'ın 147'nin sadece sayı olmadığını belirtmek için Garissa saldırısı mağdurlarının isimlerini ve hikayelerini paylaşmaları hoşuma gidiyor.
34এগুলো জীবন, কোন পরিসংখ্যান নয়।Hayatlar, istatistik değil.
35@লুনারনোমাদ হ্যাশট্যাগটি তৈরির পিছনের উদ্দেশ্য সম্পর্কে কথা বলেছেনঃ@lunarnomad etiketin ardındaki niyet hakkında konuştu:
36#গেরিসা আক্রমণ সম্পর্কে প্রচার মাধ্যমগুলোতে বিভিন্ন রক্তাক্ত ছবি দেখতে দেখতে আমি খুব ক্লান্ত।#Garissa ile ilgili medyadaki kanlı görüntüleri görmekten bıktım.
37বিলেটের পিছনে থাকা মানুষদের দেখতে #১৪৭শুধুএকটিনম্বরনয় হ্যাশট্যাগটি দেখুন।Kurşunları ardındaki insanları görmek için #147notjustanumber etiketine bakın.
38মেরি এনজেরি এমবুরু টুইট করেছেনঃMary Njeri Mburu tweetledi:
39আমি আশা করি, ওয়েস্টগেটের পর মুদ্রণ প্রচার মাধ্যমগুলো যেমন মুক্তভাবে শোকসংবাদ ছাপিয়েছে, গেরিসা হামলায় নিহতদের জন্যও তারা তেমন কিছুই করবে।Umarım yazılı basın Westgate (Westgate alışveriş merkezi saldırısı) sonrası yaptıkları gibi Garissa saldırısı mağdurları için de ücretsiz ölüm ilanı verir.
40#কেনিয়ান জীবনগুলো অর্থবহ শিরোনামে ভিন্ন আরেকটি হ্যাশট্যাগের অধীনে ইউনিস একটি কেনিয়ান প্রবাদ শেয়ার করেছেন।Eunice farklı bir etikette Kenyalı atasözü paylaştı.
41হ্যাশট্যাগটি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের #কালোদের জীবনগুলো অর্থবহ আন্দোলনের আদলে তৈরি করেছেনঃABD'deki #BlackLivesMatter (Siyahilerin Yaşamları Önemlidir) hareketi üzerine #KenyanLivesMatter (Kenyalı Yaşamları Önemlidir) etiketini kullandı.
42একটি কেনিয়ান প্রবাদ ~ যে বল প্রয়োগ করে সে কৈফিয়ত দিতে ভয় পায়।Güç kullanan kişi akıl yürütmekten korkuyordur. ~Kenyalı atasözü.
43আমার ভাবনাগুলো তোমাদের সাথে আছে।Düşüncelerim sizinle. #KenyanLivesMatter#GarrisaAttack