Sentence alignment for gv-ben-20150509-48574.xml (html) - gv-tur-20150506-1277.xml (html)

#bentur
1ভূমিকম্পের আগে ও পরের ছবিতে ফুটে উঠলো নেপালের ঐতিহ্যবাহী স্থানগুলোর প্রকৃত অবস্থাNepal'in Miras Sit Alanlarının Deprem Öncesi ve Sonrası Hâlleri
2ভূমিকম্পের পরে ঐতিহাসিক স্থাপনা কাঠমান্ডু দরবার স্কয়ার।Deprem sonrası Katmandu Durbar Yapıları'ndaki tarihi anıtlar.
3ছবি তুলে অজয়া মনন্ধর।Görüntü: Ajaya Manandhar.
4স্বত্ত্ব: ডেমোটিক্স (২৫/৪/২০১৫)।Telif Hakkı: Demotix (25/4/2015)
5গত ২৫ এপ্রিল ২০১৫ নেপালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন।25 Nisan günü Nepal'e vuran deprem 7,000 hayat aldı ve iki katı kadar insanı yaraladı.
6আহত হয়েছেন এর দ্বিগুণেরও বেশি। তবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৮ মিলিয়ন।En az 2 milyonu evinden olan toplamda 8 milyon kadar insan zarar gördü.
7এদের মধ্যে কমপক্ষে ২ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভূমিকম্পে শুরু মানুষ মারা যায়নি কিংবা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।Deprem, ölümler ve milyarları bulan mülk hasarlarının yanısıra, birçoğu Dünya Miras Sit Alanı olan dünyaca ünlü eserleri de harap etti.
8নেপালের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে। এরমধ্যে কয়েকটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।UNESCO Başkanı Irina Bokova, Associated Press'e, Nepal'in kendine özgü Hinduizm ve Budizm harmanının yıkımını görmenin “içler acısı” olduğunu belirtti.
9বার্তা সংস্থা এপি'র সাথে সাক্ষাৎকারে ইউনেস্কোর প্রধান আইরিনা বোকোভা বলেছেন, নেপালের ধ্বংসস্তুপ দেখে হৃদয় ভেঙ্গে যাচ্ছে।
10এগুলো সবই হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির অংশ ছিল।Sosyal medya kullanıcıları başlıca anıtların ve önemli sit alanlarının önce-sonra görüntüleri paylaştılar.
11এইসব ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আগে ও পরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা পোস্ট করেছেন।
12কাঠমান্ডু ভ্যালিতে তিনটি দরবার স্কয়ার ছিল। এগুলো হলো কাঠমান্ডু দরবার স্কয়ার, পাটান দরবার স্কয়ার এবং ভক্তপুর দরবার স্কয়ার।Katmandu Vadisi'ndeki üç durbar yapısının -Kathmandu Durbar Yapısı, Patan Durbar Yapısı ve Bhaktapur Durbar Yapısı- gördüğü hasar restorasyonun yıllar süreceği bir boyutta.
13সবগুলোরই ব্যাপক ক্ষতি হয়েছে।Bu benim içimi acıtıyor.
14প্রাচীন এই মন্দিরগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনতে বছরখানেকও বেশি সময় লাগবে।Basantapur Durbar Yapısı, Nepal'in tarihi yerlerinden birisi, önce ve sonra.
15এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে।ÖNCE/SONRA: Kral Yoga Narendra Malla, Patan Durbar Yapısı
16নেপালের ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি বসন্তপুর দরবার স্কয়ার।Depremden önce ve sonrasında #Nepal‘in Bhaktapur'daki tapınaklarından birisi.
17আগে ও পরের ছবি দেখা যাচ্ছে।İlk fotoğraf iki hafta önce çekilmişti.
18BEFORE/AFTER: King Yoga Narendra Malla, Patan Durbar Square #NepalEarthquake #Nepal #Peace pic.twitter.com/BJ8Exx3gJK - JigmeUgen (@JigmeUgen) April 25, 2015Bhimsen Kulesi olarak da bilinen Dharahara, Nepal'in ilk başbakanı Bhimsen Thapa tarafından inşa edilmişti.
19আগে/পরে: রাজা যোগ নরেন্দ্র মল্ল, পাটান দরবার স্কয়ার #নেপালভূমিকম্প #নেপাল #শান্তি
20নেপালের ভক্তপুরের একটি মন্দির। ভূমিকম্পের আগে ও পরের অবস্থা।Bir zamanlar 13 katlı minare olan kule, 1934'te depremde yıkılmıştı.
21প্রথম ছবিটি মাত্র দু'সপ্তাহ আগে নেয়া।
22ভীমসেন টাওয়ার নামে পরিচিত ধারাহারা নেপালের প্রথম প্রধানমন্ত্রী ভীমসেন থাপা নির্মাণ করেছিলেন।
23এটি আগে তের তলা মিনার বিশিষ্ট ছিল। ১৯৩৪ সালের ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে যায়।9 katlı bir kule olarak tekrar inşa edildi, geçen ay yaşanan depremde yıkıldı:
24পরে এটি নয়তলা টাওয়ার করে বানানো হয়েছিল।Diğer önce-sonra fotoğrafı yanlıştı ama bu değil.
25কিন্তু এবারের ভূমিকম্পে সেটিও ধ্বংস হয়ে গেছে।Dharhara Kulesi: önce, sonra, önce, sonra #NepalQuake
26ধারাহারা টাওয়ার: আগে পরে আগে পরে। #নেপালকোয়েক।Yabancıların Maymun Tapınağı olarak bildiği Swayambhunath da hasar gördü:
27বিদেশিদের কাছে স্বয়ম্ভুনাথের পরিচিত বানর মন্দির (মাঙ্কি টেম্পল) নামে।
28এই মন্দিরও ধ্বংস হয়েছে। ধ্বংসপ্রাপ্ত মন্দিরের পাশ দিয়ে একজন ভিক্ষু হেঁটে যাচ্ছেন।UNESCO Dünya Miras Sit Alanı olan Swoyambhunath Stupa'da bir keşiş yıkık manastır ve türbelerin arasında yürüyor.
29স্বয়ম্ভুনাথ ইউনেস্কোর বিশ্ব ঐহিত্যের অংশ।Maymun Tapınağı olarak da bilinen Swoyambhunath'ın muteşem görüntüsü.
30স্বয়ম্ভুনাথের দর্শনীয় দৃশ্য। এটি মাঙ্কি টেম্পল নামেরও পরিচিত।Bagmati Nehri yakasındaki en güzel tapınaklardan biri olan Kalmochan Tapınağı yerle bir oldu:
31বাগমাটি নদীর তীরে অবস্থিত সুন্দর মন্দিরগুলোর একটি হলো কালমোচন মন্দির।
32এটিও মাটিতে মিশে গেছে।#Kathmandu, #Nepal‘deki Kalmochan.
33নেপালের কাঠমান্ডু'র কালমোচন।Favorilerimden biri.
34এটি আমার খুব পছন্দের একটি মন্দির ছিল।Günaydın
35শুভ সকাল  #হ্যালোমানডে #টেম্পল #আর্কিটেকচার #ভিজিটনেপাল
36থাপাথালি শহরে মুঘল শৈলীতে নির্মাণ করা হয়েছিল কালমোচন মন্দির।
37জং বাহাদুর এটি নির্মাণ করেছিলেন। সেখানে এখন শুধুমাত্র গরুড় পাহারায় আছে।Thapathali'deki Jang Bahadur tarafından Babür stili inşa edilen Kalmochan Tapınağı yıkıldı, sadece Garuda ayakta.
38ষষ্ঠী ব্রতকথা'র তীর্থযাত্রীদের মাঝে সানখু এলাকা বেশ জনপ্রিয় ছিল।
39এখানে ব্যাপক ক্ষতি হয়েছে। নেপালে থাকার সময়ে আমি সানখুতে বাস করেছিলাম।Swasthani Bratakatha hacıları arasında ünlü eski bir yerleşim yeri olan Sankhu da büyük kayıp gördü.
40ভূমিকম্প এখানে ব্যাপক ক্ষতি করেছে।#Nepal‘de yaşadığım yer #Sankhu idi.
41আগে ও পরের ছবি দেখে আমি দু:খে মারা যাচ্ছি।Depremin acısını o da çekti, üzücü, önce ve sonra.
42কাঠমান্ডু ভ্যালির কয়েক কিলোমিটার দূরে চাঙ্গু নারায়ণ মন্দির অবস্থিত। এটিও জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।Katmandu Vadisi'nin birkaç kilometre ötesindeki Dünya Miras Sit Alanı, Changu Narayan Tapınağı çevresindeki alan da büyük hasar gördü.
43এখানেও ব্যাপক ক্ষতি হয়েছে। #changunarayan I so wanna be there . look it is so beautiful.#changunarayan, o kadar orada olmak istiyorum ki.
44#Nepalquake ruins it pic.twitter.com/u0iaMEeZ7ZBakın nasıl güzel.
45- Sandesh Byanjankar (@DesanBenz) May 2, 2015Deprem mahvetti.
46#চাঙ্গুনারায়ণ আমি তোমার কাছে যেতে চাই।
47তোমার সৌন্দর্য তুলনাহীনা। #নেপালেরভূমিকম্প এটি ধ্বংস করে দিয়ে গেছে।Changunarayan biraz hasarla ayakta duruyor, ama bir hayli hasar aldı.
48চাঙ্গু নারায়ণের কিছু অংশ এখনো দাঁড়িয়ে আছে।
49তবে এর প্রাঙ্গনে ব্যাপক ক্ষতি হয়েছে।Restorasyon gerek.
50এখন এটির পুনর্নির্মাণ দরকার। #নেপালেরভূমিকম্পNawar Kültürü açık müzesi Khokana geniş çaplı yıkım geçirdi.
51নেয়ার (Newar) সংস্কৃতির উন্মুক্ত জাদুঘর হলো খোকানা অঞ্চল, এখানকার বিস্তৃত এলাকার ক্ষয়ক্ষতির ছবি দেখিয়েছেন।
52অপরূপ নেপাল!Güzel Nepal!
53আজকে সকালে খোকানা থেকে তোলা!Bu sabah Khokana'ya tıkladım!
54নেপালের খোকানার ধ্বংসস্তুপ থেকে সামীর ছাগলের দু'টি বাচ্চা নিয়ে ফিরছেন।Sameer iki yavru keçisini Khokana #Nepal‘deki yıkık mahallesinde taşıyor.
55#নেপালকোয়েক বাঙ্গামাটির প্রাচীন স্থাপনাগুলোতেও ভূমিকম্প আঘাত হেনেছে।Eski bir Newar yerleşim yeri olan Bungamati de zarar gördü.
56হৃদয় বিদারক ঘটনা!İçler Acısı!
57বাঙ্গামাটি মন্দির: আগে ও পরের ছবি।Bungmati Tapınağı: Önce ve Sonra
58#নেপালআর্থকোয়েক #নেপালকোয়েক কাঠমান্ডু ভ্যালির কাছে হিমালয়ের কোলে ল্যাংট্যাং গ্রামের অবস্থান।Katmandu Vadisi'nde Himalayalar'ın eteklerine en yakın yer ve doğa yürüyüşçülerinin gözde mekânlarından birisi olan Langtang Köyü deprem sonrası oluşan bir çığ sonrası tamamen yıkıldı.
59এই জায়গাটা পর্বতারোহীদের খুব প্রিয়।25 Nisan depremi öncesi ve sonrası Langtang Köyü
60ভূমিকম্পে জায়গাটা একদম ধ্বংস হয়ে গেছে।Gorkha bölgesindeki güzel küçük bir köy olan Barpak depremin dış merkeziydi.
61২৫ এপ্রিল ভূমিকম্পের আগে ও পরে নেপালের ল্যাংট্যাং গ্রাম: গোর্খা শহরের খুব সুন্দর একটি জায়গা হলো বারপাক।İngiliz, Hint ve Nepal ordularına yaptıkları yiğitlik ve hizmetleriyle bilinen Ghale halkının evi olan köy, tamamen yıkıldı.
62এই গ্রামটিই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।Deprem sonrası yıkımını düşününce #Barpak‘ın eski fotoğraflarını görmek iç burkuyor.
63ব্রিটিশ, ভারতীয় এবং নেপাল সেনাবাহিনীতে কাজের জন্য এখানকার মানুষদের বেশ সুনাম ছিল।
64গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।Deprem, Nepal'de izi silinmeyecek bir yara açtı.
65বারপাকের পুরোনো ছবি থেকে বুকের ভিতরে মোচড় দিয়ে উঠলো।Ayakta kalanı elde tutmak için profesyonel donanım ve profesyonel vasıflı insan gerekecek.
66ভূমিকম্প একে ধ্বংস করে দিয়েছে। ভূমিকম্প নেপালে ব্যাপক ক্ষতচিহ্ন রেখে গেছে।Yıkım ve tahripe rağmen, Nepalliler tarihi anıtları ve sit alanlarını yeniden inşa etmek için umutlarını yitirmediler.
67যেগুলো বেঁচে গেছে, সেগুলো সংরক্ষণ করতে এখন দরকার বিশেষ দক্ষতাসম্পন্ন মানুষ।
68তবে এই ব্যাপক ধ্বংসযজ্ঞ সত্ত্বেও, নেপালের মানুষ আশা হারায়নি।
69তারা একদিন ঠিকই এই ঐতিহাসিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ করতে সক্ষম হবে।
70শশী রাজ পান্ডে টুইট করেছেন:Örneğin Shashi Raj Pandey, tweetledi:
71নেপালের মানুষের মধ্যে বিপুল আশার উপস্থিতি দেখতে পাচ্ছি।
72ধ্বংসযজ্ঞের ভেতরেও পুনর্নির্মাণের স্বপ্ন দেখছে তারা। #নেপালকোয়েকİnsanlarda sağlam bir umut varlığı ve yeniden inşa etmek için mezara gömülen hayâllerden dönmenin çaresizliği var.