# | ben | urd |
---|
1 | কুয়েত: আসুন টমেটোকে পচতে দেই! | کویت : ٹماٹروں کو سڑنے دو ! |
2 | কুয়েতে এখন টমেটোর দাম এক মাস আগে যা ছিল, তার চেয়ে আট গুণ বেশি হয়ে গেছে-আর নেট নাগরিকেরা এ ভাবে এক লাফে টমেটোর দাম বাড়ে যাবার বিষয়টিকে সহজ ভাবে নেয়নি। | کویت میں ٹماٹر اب ایک ماہ قبل سے آٹھ گنا زیادہ مہنگے ہو گئے ہیں۔ اور انٹرنیٹ استعمال کرنے والے مسافت میں قیمتوں میں تبدیلی کو نہیں لے رہے۔ |
3 | কি কারণে কয়েক দিনের মধ্যে এক বাক্স টমেটোর দাম আধা দিনার (১. ৭০ ডলার) থেকে হঠাৎ এক লাফে বেড়ে ৪ কুয়েতি দিনারে (১৪ ডলার) পরিণত হয়েছে, তারা এর কোন কারণ খুঁজে পাচ্ছে না। | وہ وضاحت نہیں تلاش کر سکے کہ کیوں ٹماٹر کے ایک باکس کی قیمت صرف کچھ ہی دنوں میں آدھے دینارسے بڑھ کر(1.70 $) سے کے ڈی 4 ($14) تک ہو گئی ہیں۔ |
4 | আলডেস্টোর লিখেছে: | الدیستر نے لکھا: |
5 | আমাদের অথর্ব সংসদ সদস্যদের প্রতি সম্বোধন করা উত্তেজনাপূর্ণ ভাষণে প্রধানমন্ত্রী তার ক্রমাগত বিশ্ব ভ্রমণের বিষয় সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করেছেন এই বলে যে, তিনি কুয়েত এবং উপসাগরীয় এলাকার বাকী অংশের মানুষের আগামী ১৫ বছর পরের খাদ্য নিরাপত্তার উপায় খুঁজছেন। | ہمارے پارلیمنٹ کے بیکاراراکین سے پر جوش خطاب ، میں وزیر اعظم نے دنیا بھر میں اپنے مسلسل سفر کے لیے یہ کہتے ہوئے مُعافِی مانگی کہ وہ کویت کو محفوظ کرنے کے راستے تلاش کر رہے تھے۔ اور اسکے علاوہ پندرہ سالوں کے بعد خلیجی کھانوں کی ضرورت تھی۔ |
6 | মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শঙ্কিত যে, সেই সময় আপনাকে আঘাত করবে, আর আমরা এই ২০১০ সালের সব্জির দাম বেড়ে যাওয়ার কারণে সমস্যায় পড়ে গেছি, বিশেষ করে প্রধান সব্জী টমেটোর দাম বাড়ার কারণে। | پیارے وزیر اعظم صاحب، کیا آپ جانتے ہیں کہ وقت نے آپکو ہرا دیا ہے۔ اور ہم، 2010 میں سبزیوں کی قیمتوں میں اضافہ سے پریشان ہیں ، خاص کر کہ اسکے لیڈر، ٹماٹر سے؟ |
7 | এইন বাগজি বলছে যে, দাম বেড়ে যাওয়া নিয়ে কি করা উচিত সেটা সমস্যা নয়, এখানে সমস্যা হচ্ছে কি ভাবে বিষয়টিকে মোকাবেলা করা হবে: | این بیگزی کہتے ہیں کہ مسئلہ یہ نہیں کہ قیمتوں میں اضافہ کے بارے میں کیا کیا جائے بلکہ اسکے ساتھ کیسے نمٹا جائے: |
8 | ক্রেতা সংস্কৃতির মধ্যে সমস্যাটি নিহিত, যারা এই চক্রটির গুরুত্বকে বোঝে না, যে চক্রের উপর ব্যবসায়ীরা নির্ভর করে থাকে। | مسئلہ صارفین کی ثقافت میں ہےجو اہم سائیکل کو نہیں سمجھتے جس پہ ہر تاجر انحصار کرتا ہے۔ |
9 | | تاجر صارفین کو خلیج میں نہیں رکھ سکتا وہ آخر میں اپنا سامان فروخت کرے دے گا کیونکہ اگر ، نقصانات کے مختلف درجے ہوتے ہیں اور کوئی بھی مکمل طور پرنقصان نہیں چاہے گا۔ |
10 | ব্যবসায়ীরা ক্রেতাদের পণ্য কিনতে বাধ্য করতে পারে না এবং তারপরেও সে শেষ পর্যন্ত আপনার কাছে পণ্য বিক্রি করে ফেলবে, এখানে বিভিন্ন স্তরে ক্ষতিগ্রস্ত হবার বিষয় রয়েছে এবং কেউ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হতে চায় না। | ہر کوئی فروخت کرنا چاہتا ہے ، اور اگر تاجر آج ایک دینار کھو دیتا ہے۔ وہ ایک اچھا گاہک پائے گا جو کہ کے ڈی 2 تک خریدے گا۔ |
11 | সকলেই তাদের পণ্য বিক্রি করে ফেলতে চায় এবং যদি আজ একজন ব্যবসায়ীর এক দিনার ক্ষতি হয়, তাহলে সে একজন ভালো ক্রেতা খুঁজে বার করবে যে কিনা ভবিষ্যৎ-এ ২ দিনারে তা কিনবে এবং এভাবে বাণিজ্যিক চক্রটি চলতে থাকে। | اور اس طرح تجارتی سائیکل جاری رہتا ہے۔ کل، انڈوں کی قیمتوں میں اضافہ ہو رہا تھا اور آج، ٹماٹروں کی۔ |
12 | গতকাল ডিমের দাম বাড়তির দিকে ছিল, আজ বেড়েছে টমেটোর দাম, আগামীকাল রুটি বা চালের দাম বেড়ে যাবে, এ ক্ষেত্রে বিবেচ্য বিষয়টি হচ্ছে পাকিস্তানের পেশোয়ারের কৃষি উৎপাদন ব্যবস্থা বন্যায় ধ্বংস হয়ে গেছে। | کل یہ چاولوں یا بریڈ کے ساتھ بھی ہو سکتا ہے۔ پاکستان - پشاور میں زراعت کی پیداوار پر غور کرتے ہوئے - جو کہ سیلاب میں تباہ ہو گئے ہیں۔ |
13 | এম-ভিটামিনজ বিস্মিত যে কেন সংসদ সদস্যরা দাম বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে না: | ایم- وٹامنز حیران ہے کہ کیوں پارلیمنٹ کے ممبران قیمتوں میں اضافے کے بارے میں کچھ نہیں کرتے: |
14 | কেন সংসদ সদস্য এবং বিরোধী দলের সদস্যরা টমেটোর দাম বাড়ার প্রতিবাদে ভাষণ, জড়ো হওয়া এবং শোভাযাত্রা বের করছে না? | پارلیمان اور حزب اختلاف کے اراکین ٹماٹروں کی قیمتوں میں اضافے کے خلاف احتجاج کے لیے لیکچرز، اجتماعات اور ریلیاں کیوں نہیں نکالتے؟ |
15 | কেন তারা এইভাবে লাফিয়ে দাম বাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্নের পর প্রশ্ন করে তাকে জর্জরিত করছে না? | اضافے کے بارے میں پارلیمنٹ میں پوچھ گچھ کے لیے انہوں نے وزیر اعظم کودھمکی کیوں نہیں دی؟ |
16 | কেন তারা জানাচ্ছে না ভয়ানক এই দাম বাড়ার পেছনে কে রয়েছে এবং কেন তারা এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করছে না? | انہوں نے یہ کیوں نہیں بتایا کہ قیمتوں کے اس بڑے اضافے کے پیچھے کون ہے ور ایک تحقیقاتی کمیٹی قائم کیوں نہیں کی گئی؟ |
17 | এবং প্রতিবার সমস্যার সময় কুয়েতে যেমনটা হয়, টুইটার এই বিষয়ে নানা রসিকতা এবং মন্তব্যে ভেসে গেছে। | اور جیسا کہ کویت میں ہر مسئلہ سے،ٹویٹراس موضوع کے بارے میں تبصرے اور مزاق سے بھر چکا ہے۔ |
18 | বোজেইজ বলছে: | بوجیج کہتا ہے: |
19 | নতুন সংসদ আরাম্ভ হওয়ার চিহ্ন হিসেবে সকল সংসদ সদস্য বিনে পয়সায় এক বাক্স টমেটো পাবে। | نئی پارلیمنٹ مدت کے آغاز کے موقع پرہر رہنما کو مفت ٹماٹروں کا باکس ملےگا۔ |
20 | এবং ফাইয়ুনি এই বিষয়টির সাথে খেলাকে মিশিয়ে নিয়েছে: | اور فایونی مرکب میں کھیلوں کو بَل دیتے ہوئے کہتے ہیں: |
21 | কোন খেলায় চ্যাম্পিয়ন হলে কুয়েত ফুটবল সংস্থা প্রত্যেক খেলোয়াড়কে এক বাক্স টমেটো উপহার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। | کویت فٹ بال ایسوسی ایشن نے ہر کھلاڑی کو چیمپئن شپ جیتنے کے لئے ٹماٹروں کا ایک باکس دینے کا فیصلہ کیا ہے۔ |