# | ben | urd |
---|
1 | ইয়েমেনঃ সালেহ-এর বিষয়ে আসা পরস্পর বিপরীত সংবাদের মাঝে সানায় বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে | یمن :ثنا امد کی صالح پر متضاد خبروں میں برہمی |
2 | এই প্রবন্ধটি ইয়েমেনের প্রতিবাদ বিক্ষোভ-২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। | یہ پوسٹ ہماری خصوصی کوریج یمن 2011 کے احتجاج کا حصہ ہے۔ |
3 | আজ বিকেলে ইয়েমেনের রাজধানী সানায় এক বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়, যখন দেশটির রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ সম্বন্ধে পরস্পর বিপরীত সংবাদ ছড়িয়ে পড়ে। | یمن کا دارالحکومت ثنا اس دوپہر کو انتشار میں ڈوب گیا،متضاد رپورٹیں یمن کے صدر علی عبداللہ صالح کے بارے میں گردش کرتیں رہیں۔ |
4 | একদিকে যখন কয়েকটি সংবাদে শোনা যাচ্ছিল যে তিনি রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়ে গেছেন, অন্যদিকে অন্যরা সংবাদ প্রদান করছিল যে তিনি এই সংঘর্ষে আহত হয়েছেন। | جبکہ بعض اطلاعات کے مطابق وہ ثنا کے صدارتی محل سے فرار ہو گیا۔ دوسروں کی اطلاع ہے کہ وہ جھڑپوں میں زخمی ہوگیاتھا۔ |
5 | এমনকি অনেকে তার মৃত্যুর সংবাদ পর্যন্ত ঘোষণা করে। | کچھ نے اس کی موت کا اعلان بھی کیا تھا۔ |
6 | বিগত কয়েক ঘন্টায় আসা টুইটারের প্রতিক্রিয়া সারাংশ এখানে তুলে ধরা হল। | یہاں ٹویٹر سے پچھلے ایک گھنٹے میں ردعمل کا ایک چکر ہے۔ |
7 | মোহাম্মেদ আবদেল দাইমান টুইট করেছে: | محمد عبدل ڈیمن ٹویٹ کرتے ہیں: |
8 | #সালেহ “সামান্য আহত হয়েছে”, বিভিন্ন নির্ভর যোগ্য সংবাদসূত্র এই সংবাদটি নিশ্চিত করেছে। | صالح# “لائٹ زخمی” اب ایک سے زیادہ قابل اعتماد ذرائع نے تصدیق کی ہے۔ |
9 | তার মানে কিছুটা হলেও এই সংবাদের সত্যতা রয়েছে। | تو کم سے کم یہ سچ ہے۔ |
10 | সানা বিশ্ববিদ্যালয়ের সামনে সরকার বিরোধী এক বিক্ষোভে, ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ “বিদায় হও” এই বাক্যটি প্রর্দশন করা হচ্ছে। ছবি ফ্লিকার ব্যবহারকারী এজিটকইএনজির ( সিসি বাই-এনসি-এনডি ২. | ثنا یونیورسٹی کے باہر ایک حکومتی مخالف احتجاجی یمن کے صدر علی عبداللہ صالح کو الفاظ 'باہر جائیں' دکھاتا ہے۔ |
11 | ০). আল জাজিরা ইংলিশ নিশ্চিত করেছে এবং তার সাথে এনবিএসপি; | الجزیرہ انگریزی تصدیق کرتی ہے : |
12 | আনুষ্ঠানিকভাবে জানা গেছে: # ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ #সালেহ আহত হয়েছেন, কিন্তু তিনি এখনো জীবিত রয়েছেন। | حکام : # یمن کے صدر علی عبداللہ # صالح زخمی ہو گئے لیکن زندہ ہیں۔ |
13 | এই বিষয়ে আরো জানার জন্য আমাদের লেখা তাজা ব্লগগুলো পাঠ করুন।http://aje.me/mPUHeO | ہمارے بلاگ میں مزید پڑھیں : http://aje.me/mPUHeO |
14 | আলি হাসেম, আল জাজিরার আরবী ভাষার সংবাদদাতা তিনি এর সাথে যোগ করেছেন: | ور علی ہاشم، الجزیرہ عربی نامہ نگار، کہتے ہیں : |
15 | ইয়েমেনের সরকারী কর্মকর্তা: রাষ্ট্রপতি আলি সালেহ শীঘ্রই জনতার সম্মুখে ভাষণ দেবেন। | یمنی حکام : صدر علی صالح عوام سے جلد ہی بات کریں گے۔ |
16 | এবং তিনি টুইট করেছেন : | اور کوپس: |
17 | এটা নিশ্চিত করা হয়েছে যে সালেহ মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে, সে সৌভাগ্যবান। | صالح کی موت سے بچ نکلنے کی تصدیق ہوئی ہے ، وہ خوش قسمت ہے۔ |
18 | এন্ডি কারভিন পুরো পরিস্থিতির সার সংক্ষেপ করার চেষ্টা করেছে, সে বলছে: | اینڈی کارون صورتحال کو مختصر کرنے کی کوشش کر رہے ہیں: |
19 | সংবাদ সমূহের সার-সংক্ষেপ করার চেষ্টা করছি, ইয়েমেনের সংবাদ সমূহ সালেহকে নিয়ে সংবাদ করেছে; সে /মনে হয় না/হয়ত বা/সম্ভবত/হতে পারে/ টুইটারের সূত্রমতে/ রয়টারের সংবাদ অনুসারে/এ ধরনের সূত্র থেকে পাওয়া সংবাদে/ জানা গেছে মৃত। | تو مختصریہ ہے، یمن کے صدر صالح / نہیں ہیں / شاید / بالفرض / ٹویٹرکے مطابق / ریوٹر کے مطابق / طرح / شخص جو مردہ جاناجاتا ہے. |
20 | সালেহ-এর আহত হবার ঘটনা অথবা তার সম্ভাব্য মৃত্যুর সংবাদ, টুইটার জগতে এক আশার সঞ্চার করে যে, এতে শীঘ্রই আরব বিশ্ব থেকে একজন স্বৈরশাসক কমে যাবে। | صالح کے زخموں کی، اور ممکنہ طور پہ موت کی خبروں،نے ٹویٹر سفیرمیں امید کوجگایا،کہ عرب دنیا میں ایک اور آمر کم ہو جائے گا. |
21 | মিশরীয় নাগরিক মোনা এল তাহয়াওয়ি টুইট করেছেন: | مصری مونا یتھاوی ٹویٹ کرتیں ہیں: |
22 | আমাদের এখানে শুক্রবারে বিদায় নিতে যাওয়া ঘৃণ্য স্বৈরশাসকদের অপসারণের লম্বা লাইন লেগে গেছে। | ہم نے بہت دیر سے واجب جمعہ کو حقیر ڈکٹیٹر کی روانگی کی ہے.. |
23 | # ইয়েমেনের আলি আবদুল্লাহ #সালেহ, এই প্রক্রিয়ার পরবর্তী জন হতে পারেন? | # یمن علی # صالح عبداللہ : تم اگلے ہو سکتے ہو؟ |
24 | ইয়াল্লা (যাও, যাও) ইয়েমেন! | یلا، یمن! |
25 | ইয়েমেন ফিরে আসা যাক, এখানে এখনো বিভ্রান্তি রয়ে গেছে. | واپس یمن میں، افراتفری جاری ہے. |
26 | ইব্রাহিম মোতাহনা লিখেছে: | ابراہیم موتھانا لکھتے ہیں : |
27 | অনুবাদ করতে গিয়ে আমি বিভ্রান্ত হয়ে পড়ছি!! | میں ترجمہ میں کھو گیا ہوں!! |
28 | #সানা থেকে এখন প্রচুর পরস্পর বিপরীত সংবাদ এবং তথ্য আসছে। | ثنا سے بہت سی متضاد خبریں اور رپورٹیں آ رہی ہیں۔ |
29 | #ইয়েমেন # সালেহ | یمن #صالح # |
30 | আমেল টুইট করেছে: | امل ٹویٹ کرتے ہیں: |
31 | সানা এখন এক বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। | ثنا میں افرا تفری ہے۔ |
32 | সব জায়গায় গোলাগুলি চলছে। | ہر جگہ پر نشانہ بازی. |
33 | আমরা আমেরিকান দূতাবাসের দিকে এগিয়ে যাচ্ছি #ইয়েমেন #ওয়াইএফ | ہم # یمن وائے ایف #سے امریکی سفارت خانے جا رہے ہیں۔ |
34 | | یہ پوسٹ ہماری خصوصی کوریج یمن 2011 کے احتجاج کا حصہ ہے۔ |