Sentence alignment for gv-ben-20120725-29142.xml (html) - gv-urd-20120729-755.xml (html)

#benurd
1প্যালেস্টাইন: রাজনৈতিক কার্টুনিস্ট নাজি আল আলি- কে স্মরণفلسطین: سیاسی نقش نگار ناجی العلی کی یاد میں
2আজ, [২২ জুলাই] ফিলিস্তিনী রাজনৈতিক কার্টুনিস্ট নাজি আল আলি-এর হত্যাকাণ্ডের ২৫ বছর পূর্তি। স্বৈরাচারী আরব সরকারগুলোর এবং ইজরায়েলের সমালোচনার জন্য তিনি বিখ্যাত ছিলেন।آج ۲۵ جولائی وہ دن ہے جب مشہور سیاسی نقشنگار ناجی العلی جو کے عرب حکمرانوں اور اسرائیل کے بہت بڑے تنقید نگار تھے قتل کیے گئے تھے۔
3“নাজি আল আলি হত্যাকাণ্ডের ২৫ বছর” ছবি: ফেসবুক পাতা হান্দালাناجی العلی کے قتل کے ۲۵ سال بعد۔ تصویر از : فیس بک / حنظلہ
4১৯৩৬ অথবা ১৯৩৭ সালে আল- শাজারা গ্রামে আল আলি জন্ম গ্রহণ করেন।العلی الشجرہ کے گاؤں میں ١٩٣٦ یا ١٩٣٧ میں پیدا ہوئے تھے.
5১৯৪৮ সালের আরব-ইজরায়েল যুদ্ধের ফলে ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়।جب عرب اور اسرائیل کی جنگ چل رہی تھی جس کی بنا پر اسرائیل وجود میں آیا۔
6হাজার হাজার বাসভূমি থেকে বিতাড়িত ফিলিস্তিনীদের মধ্যে আল আলি ছিলেন অন্যতম, তিনি তাঁর পরিবারের সঙ্গে দক্ষিণ লেবাননের শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করেন।العلی بھی ان ہزاروں فلسطینیوں کی طرح اپنے گھر سے بے گھر ہوئے تھے۔ انھوں نے اپنے خاندان کے ساتھ شمالی لبنان کے ایک کیمپ میں پناہ لی تھی۔
7১৯৮৭ সালের একই দিনে লন্ডনে আল আলির মুখে গুলি করা হয়, পাঁচ সপ্তাহ অজ্ঞান থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।اسی دن ١٩٨٧ میں العلی کو لندن میں چہرے پہ گولی ماری گئی تھی جس کی وجہ سے وہ پانچ ہفتے کوما میں رہنے کے بعد وفات پا گئے.
8২৫ তম মৃত্যুবার্ষিকীতে ফিলিস্তিন ও আরব বিশ্বের নেটিজেনরা আল আলির আঁকা ব্যঙ্গচিত্র ও উদ্ধৃতি শেয়ার করে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।اسے لئے انٹرنیٹ صارفین آج اس دن، العلی کی یاد تازہ کرنے کے لئے ان کے قول اور تصاویر کو انٹرنیٹ پر شائع کر رہے ہیں۔
9হান্দালা:حنظلہ :
10এটা অনস্বীকার্য যে হান্দালা হল নাজি আল আলির চিরন্তন নায়ক।ہنڈالا دیوار پر لکھ رہا ہے : “انقلاب، کامیابی تک”
11হান্দালার মাধ্যমেই আল আলি আরব নেতৃবৃন্দ, সমাজ, ইসরাইল এবং আরব অঞ্চলে মার্কিন সম্পৃক্ততার বিষয় সমালোচনা ও ব্যঙ্গ করতেন। দেওয়ালে হান্দালা লিখছে: “বিজয়ের পূর্ব পর্যন্ত বিপ্লব”।ہنڈالا ناجی العلی کا ایک بہت ہی مشہور کردار ہے جس کے ذریعے انہوں نے بڑے بڑے عرب حکمرانوں پر نہ صرف تنقید کی بلکہ ان کی امریکہ اور اسرائیل سے دوستی کا بھی مذاق اڑایا:
12নাজি আল আলির আঁকা ব্যঙ্গচিত্র
13টুইটার ব্যবহারকারী ইউসেফ এম. আলজামাল হান্দালাতে নাজি আল আলির উদ্ধৃতি তুলে ধরেন।ٹوئیٹر پر یوسف محمد الجمال نے کچھ اس انداز میں ناجی العلی کی ہنڈالا کے بارے میں باتیں بیان کی ہیں:
14তাঁর টুইটগুলো নিম্নরূপ: @ইউসোআললজামাল: “আমি তাকে এঁকেছি শিশু হিসেবে যে শিশুটি দেখতে সুন্দর নয়; তার চুলগুলো সজারুর কাঁটার মত- সজারু তার কাঁটাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে”, #হান্দালা #নাজিআলআলি@یوسف الجمال: “میں نے اس کو ایک بچے کی شکل میں تخلیق کیا تھا جو دیکھنے میں اتنا اچھا نہیں ہے، وہ اس جانور کی مانند ہے جس کے اوپر کانٹے ہوتے ہیں اور وہ اپنے کانٹوں کا استعمال ایک ہتھیار کی طرح کرتا ہے #حنظلہ #ناجی العلی
15@ইউসোআললজামাল: “তার হাতগুলো দেহের পেছনে অঙ্গুলিবদ্ধ, যা সমস্যা সমাধানের যে মার্কিনীয় পদ্ধতি তা বাতিলের ইঙ্গিতবাহী”।@یوسف الجمال: ” کمر کے پیچھے بندھے ہاتھ امریکی طرزِ زندگی سے مخالفت کی نشانی ہے” #ہنڈالا
16#হান্দালা @ইউসোআললজামাল: “হান্দালা দশ বছর বয়সে জন্মেছে এবং সবসময় তার বয়স দশ বছরই থাকবে”।@یوسف الجمال: “پیدائش کے وقت حنظلہ کی عمر دس سال تھی اور وہ دس سال کا ہی رہے گا”
17@ইউসোআললজামাল: “এ বয়সে আমি আমার মাতৃভূমি ত্যাগ করেছি, হান্দালা যখন মাতৃভূমিতে ফিরে যাবে তখনও তার বয়স থাকবে দশ বছর এবং এর পর থেকে তার বয়স বাড়বে”।@یوسف الجمال :”میں نے دس سال کی عمر میں اپنا وطن چھوڑا تھا اس لئےحنظلہ بھی دس کا ہے۔ جب وہ واپس آئےگا جب بھی ہنڈالا دس سال کا ہی ہوگا، اس کے بعد اس کی عمر بڑھے گی”
18@ইউসোআললজামাল: “ প্রকৃতির আইন তার জন্য প্রযোজ্য নয়।@یوسف الجمال: “حنظلہ پر اس قدرت کے کسی قانون کا اثر نہیں ہوتا۔
19সে অনবদ্য।وہ یکتا ہے۔
20মাতৃভূমিতে ফিরে যাওয়ার পর সব কিছুই স্বাভাবিক হবে”।جب وہ وطن واپس آئے گا تو سب ٹھیک ہو جائے گا”
21@ইউসোআললজামাল: “ দরিদ্রদের কাছে তিক্ততার প্রতীক হিসেবে আমি হান্দালাকে উপস্থাপন করেছি”।@یوسف الجمال:”میں نے اسے غریبوں کے سامنے پیش کیا ہے اور اس کا نام تلخی کی علامت ہے۔”
22@ইউসোআললজামাল: “ প্রথমতঃ সে ছিল একজন ফিলিস্তিনীয় শিশু, কিন্তু তার সচেতন বেড়ে উঠার মধ্য দিয়ে জাতীয় বৈশ্বিক ও মানবিক দিগন্তের বিকাশ ঘটেছে”।@یوسف الجمال: “پہلے وہ ایک فلسطینی بچہ تھا لیکن بعد میں اس کی روح آفاقی نوعیت کی ہوگئی”
23কালজয়ী ব্যঙ্গচিত্র: দর্শকদের দিকে হান্দালা পিছন ফিরে আছে।حنظلہ دیکھنے والے کی طرف پیٹھ کر کے کھڑا ہے۔
24কবরে “এরপর মনে হয় আমি” লেখা রয়েছে। নাজি আল আলির আরেকটি অমর ব্যঙ্গচিত্র- টুইটার ব্যবহারকারী @ কালচারঅবফিয়ার কতৃক শেয়ারকৃত।اس کا منہ قبر کے سامنے ہے جس پر لکھا ہے ” کیوںکہ میں سوچ سکتا ہوں، اس لئے میں ہوں” - نجی العلی کا ایک اور یادگار نقش۔
25আল আলির মৃত্যু হতে পারে কিন্তু তাঁর ব্যঙ্গচিত্রগুলো অমর ও কালজয়ী।ذرائع: ٹوئیٹر صارف: @CultureofFear العلی تو مر گیا مگر اس کے نقش و نگار ھمیشہ موجود رہیں گے۔
26তারা তাঁকে [নাজি আল-আলি] হত্যা করেছে কিন্তু তাঁর হান্দালা এখনও জীবিতانھوں نے اسے تو مار دیا [ناجی العلی]، مگر ہنڈالا آج بھی زندہ ہے۔
27@জাহরেটটিশ্রিন: তাঁর ভবিষ্যৎ বাণী অনুযায়ী নাজি আল আলির মৃত্যুর পরেও ফিলিস্তিনী যুবদের কাছে শতাব্দীর সিকি কাল ধরে তিনি নেতা… তাঁর আঁকা এখনও বছরের পর বছর ধরে চলে আসা আমাদের তিক্ত বাস্তবতার গল্প বলে।@ZahretTshreen: اپنی پیشنگوئیوں کی بنا پر ناجی العلی اپنی وفات کے ایک چوتھائی صدی کے بعد بھی فلسطینی نوجوانوں کیلیےایک رہنما بن گئے ہیں. ان کی تصاویر ہماری تلخ داستان بیان کرتی ہیں۔
28হান্দালা ফিলিস্তিনের প্রতিরোধের ও প্রত্যাবর্তনের প্রতীক হয়ে দাড়িয়ে আছে।وقت گزرنے کے ساتھ، ہنڈالا فلسطینی جدوجہد اور تارکینِ وطن کے لئے ایک علامتی ہن گیا ہے۔
29@অকুপাইথিয়রি: # হান্দালা প্রতিরোধ অব্যাহত রেখেছে/ حنظلة لا يزال يقاوم/ #ওডব্লিউএস # গ্লোবালসলিডারিটি # সিরিয়া # মিশর # ফিলিস্তিন # বাহরাইন # ইয়েমেন # লিবিয়া # তিউনিসিয়া # গ্রীস@occupytheory: #ہنڈالا کی جدوجہد جاری ہے / حنظلة لا يزال يقاوم / #OWS #بین الاقوامی اتحاد #شام#مصر#فلسطین#بحرین#یمن#لیبیا#تونس#یونان @حسم: ہنڈالا کے کردار کے خالق پر خدا کی رحمت ہو.
30হে নাজি আল আলি… হান্দালার সৃষ্টিকর্তা শান্তিতে বিশ্রাম নাও, হান্দালা এখনও [ঘরে] ফেরার প্রতীক্ষায়… জেরুজালেম এখনও তার অপেক্ষায়, মুক্ত গৃহ তাকে আলিঙ্গনের অপেক্ষায়।
31১০- বছর বয়সী এ বালক সাধারণ আরবদের পাশে দাড়িয়েছিল।اے ناجی العلی تو ابھی تک گھر نہیں لوٹا ! ابھی تک نہیں لوٹا!
32মিশর থেকে মোহামেদ দিয়া টুইট করেন:تو ابھی تک آزادی کا منتظر ہے!
33স্বৈরাচারী শাসনামলে আরবের জনগনের দুর্দশা # হান্দালার মাধ্যমে প্রতিফলিত হয়েছে।وہ دس سال کا بچہ جو عام عربوں کے شانہ بشانہ کھڑا ہے.
34শান্তিতে বিশ্রাম নাও #নাজিআলআলিمصر سے محمد دیا ٹوئیٹ کرتے ہیں:
35নাজি আল আলিকে কে হত্যা করল?حنظلہ تو لوگوں کی زبان تھا۔
36আল আলিকে কে হত্যা করল সে বিষয়টি আজও অজ্ঞাত, তবে ধারণা করা হয় এতে ইসরাইল জড়িত।ان لوگوں کی زبان جو درد میں ہیں۔ ناجی العلی پر خدا کی رحمت ہو۔
37@নাদীন আরঃ টুইট করেনঃ#ناجی العلی ناجی العلی کو کس نے مارا؟
38যারা কলম ধরে তাঁদের বিরুদ্ধে অস্ত্র ধরতে# ইসরাইল মোটেও ভীত নয়। শান্তিতে বিশ্রাম নাও নাজি আল আলি।آج تک یہ معلوم نہیں ہوسکا کہ ناجی العلی کو کس نے مارا تھا، لیکن قیاس آرائی کی جاتی ہے کہ اس میں اسرائیل کا ہاتھ ہے۔
39# ফিলিস্তিন@نادید آر(NadeenR) ٹوئیٹ کرتے ہیں:
40আল আলি কেবলমাত্র ইসলাইলের সমালোচনাই করেননি , স্বৈরাচারী আরব শাসক, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনও তাঁর কার্টুনের সাধারণ ভাবনা ছিল।اسرائیل ان سے نہیں ڈرتا جو ہتھیار اٹھاتے ہیں، مگر ان سے ضرور ڈرتا ہے جو قلم اٹھاتےہیں . #ناجی العلی پر خدا کی رحمت ہو#فلسطین
41“ সে সবার সমালোচনা করত, আমি বলতে পারি, ইসরাইল, পিএলও [প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন], আরব শাসনকাল সবার।اخبار نویس اور نقش نگار جو سکو (Joe Sacco) ناجی العلی کو اپنی کتاب ‘فلسطین میں ایک بچہ‘ کی شروعات پر اس طرح متعارف کرواتے ہیں:
42কেউ জানে না কে তাঁকে হত্যা করেছে। প্রত্যেকেরই কারন (হত্যা করার) আছে”।علی نے صرف اسرائیل کو تنقید کا نشانہ نہیں بنایا، بلکہ اس نے عرب حکمرانوں اور پی-ایل-او پر بھی خوب تنقید کی ہے۔
43এ চাইল্ড ইন প্যালেস্টাইন গ্রন্থে নাজি আল আলি-এর ভূমিকায় কমিকস শিল্পী ও সাংবাদিক জো সাক্কো এই মত ব্যক্ত করেছেন।اس ہی لئے کسی کو نہیں معلوم اسے کس نے مارا ہے کیونکہ اس نے بہت لوگوں کو اسے قتل کرنے کا موقع دیا تھا۔
44নাজি আল আলিকে কে হত্যা করেছে তা বিশ্ব নাও জানতে পারে কিন্তু হান্দালা নামের অবিনশ্বর চরিত্রের মাধ্যমে দুনিয়া তাকে সবসময় মনে রাখবে।شاید ناجی العلی کے قاتل کا کبھی پتہ نہ چل سکھے، لیکن دنیا ان کو اور ان کے لازوال کردار ‘ہنڈالا' ہمیشہ یاد رکھے گی۔
45নাজি আল আলি সম্পর্কে আরও তথ্যের জন্য আরব আমেরিকান শিল্পী ফায়েক অয়েইস কর্তৃক প্রস্তুতকৃত পিডিএফ দেখতে পারেন।ناجی العلی اور کے انگریزی کاموں کے بارے میں جاننے کے لیے اس لنک(PDF) کو دیکھ سکتے ہیں۔ یہ فائل ایک عرب-امریکی مصور فایق اویس نے تیار کی ہے۔