# | ben | urd |
---|
1 | সৌদি আরব: “এই দেশে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ” | سعودی عرب : “اس ملک میں مظاہرے کرنے کی ممانعت ہے” |
2 | সৌদি আরবের কাউন্সিল অফ সিনিয়র ক্লেরিক নামে পরিচিত ধর্মীয় নেতাদের সংগঠন গণবিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারী করে এক বিবৃতি প্রদান করেছে। | سعودی عرب کی کونسل کے محترم علماء نے عوامی احتجاج سے روکنے کے لیے ایک بیان جاری کیا۔ |
3 | @আলমাতরাফি এই বিবৃতিটি টুইটারমেইলের মাধ্যমে [আরবী ভাষায়] আমাদের জানাচ্ছে যা, সংগঠনের প্রধান মুফতি শেখ আবদুল-আজিজ আল আল শেইখ প্রদান করেছে: | @ Almatrafi نے ٹویٹ میل پر [آر] مفتی اور امام شیخ عبد العزیز کی سربراہی میں ایک بیان میں کہا : |
4 | ঊধ্বর্তন ধর্মীয় নেতাদের সংগঠন নিশ্চিত করেছে যে, বিক্ষোভ এই দেশে নিষিদ্ধ। | محترم علماء کی کونسل نے تصدیق کی ہے کہ مظاہرے اس ملک میں منع ہیں۔ |
5 | শরিয়া মোতাবেক (ইসলামিক আইন) সাধারণ আগ্রহের বিষয়ে উপলব্ধি করার সঠিক পথ হচ্ছে উপদেশ প্রদান করা, যা নবী হজরত মোহাম্মদ প্রতিষ্ঠা করে গেছে। | شریعت میں (اسلامی قانون) مشترکہ مفادات کے احساس کی صحیح راہ نصیحت کرنا ہے، جو حضرت محمد (علیہ اسلام) نے قائم کی، |
6 | বিবৃতির আরো কিছু অংশ: | بیان جاری ہے: |
7 | সংস্কার এবং উপদেশ, বিক্ষোভের মাধ্যমে তৈরি হয় না এবং বিক্ষোভ এমন এক উপায়, যা কেবল দ্বন্দ্ব এবং বিভক্তির সৃষ্টি করে। দেশটির ধর্মীয় নেতারা অতীতে এবং বর্তমানে বিক্ষোভ প্রকাশ নিষিদ্ধ ঘোষণা করেছে, এবং তারা এর বিরুদ্ধে সতকর্তা প্রকাশ করেছে। | اصلاحات اور مشورے مظاہروں کے ذریعے نہیں ہونے چاہئے اور ان طریقوں سے جو ہنگامہ آرائی اور تقسیم کو ابھاریں، اسی کےخلاف اس ملک کے علماء نے ماضی میں اور اب منع اور خبردار کیا ہے۔ |
8 | এই বিবৃতি, সৌদি টুইপসে #সৌদিমাতালেব এবং #কেবারালোলামা হ্যাশটাগের মাধ্যমে এক প্রচণ্ড প্রতিক্রিয়ার সৃষ্টি করে। | یہ اعلان سعودی ٹویپس سے ردعمل کے ایک طوفان کی وجہ بنا،# saudimataleb اور # Kebaralolama کے ہیش ٹیگ کے تحت۔ |
9 | কয়েকটি প্রতিক্রিয়া নীচে প্রদান করা হল: | ذیل میں بعض موجود ہیں : |
10 | আমি জানিনা, ঊধ্বর্তন ধর্মীয় নেতাদের কাছে এর সত্যিকারের অর্থ কি, অথবা তারা কোন পক্ষে কিংবা তারা আসলে কোন ধরনের মানসিকতা ধারণ করে!! | مجھے نہیں پتہ کہ کونسل کے محترم علماء کی حقیقی تعریف کیا ہے اور وہ کس کی طرف ہیں یاانکا تعلق کس سوچ سے وابسطہ ہے! |
11 | এমন একটা সময়, যখন সবাই মুখোশ খুলে ফেলেছে এবং সত্য উন্মোচিত হচ্ছে, ঊধ্বর্তন ধর্মীয় নেতৃবর্গ সম্প্রদায় সামনে এগিয়ে এসেছে, আর তারা তাদের সকল মুখোশ ফেলে দিয়েছে এবং তারা তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। | اس وقت جب نقاب اتارے جا چکے ہیں اور حقیقت کا انکشاف ہو چکا ہے،محترم علماء کی کونسل آئی اوربے نقاب ہوئی اور اس نے اپنی ساکھ کھو دی۔ |
12 | হজ্জ হচ্ছে এক বিশাল প্রতিবাদ, তার মানে কি হজ্জ পালন করাও নিষিদ্ধ? | حج ایک عظیم احتجاج ہے، اس کا مطلب ہے کہ کیا یہ بھی ممنوع ہے؟ |
13 | প্রিয় ঊধ্বর্তন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা, আপনারা আপনাদের মুখ বন্ধ রাখেন এবং এক পোলাও আর দুধ দিয়ে এক সুন্দর ভোজন সারেন । | پیاری محترم علماء کی کونسل،کیسا ہو گا کہ اگر آپ اپنا منہ بند رکھیں اور چاول اور دودھ سے ایک اچھے کھانے کا مزہ لیں، جو کہ آپ کی صحت کے لیے بہتر ہے۔ |
14 | কাউন্সিল অফ সিনিয়র ক্লেরিক নামে পরিচিত উর্ধ্বতন ধর্মীয় নেতারা তাদের মযার্দার কিছুটা পুনরুদ্ধার করার এক অসাধারণ সুযোগ হারালো। | کونسل کے محترم علماء اپنے وقار کے دوبارہ حصول کا ایک غیر معمولی موقع کھو چکے ہیں۔ |
15 | ওহ, প্রিয় ঊর্ধ্বতন ধর্মীয় নেতৃবৃন্দ! | اوہ جو کونسل کے محترم علماء کی ایک عزیز غلطی ہے! |
16 | আমি যেন বলতে পারি, আপনারা প্রথমে রয়েছেন… যাদের বিরুদ্ধে আমি স্রষ্টার কাছে আমার অভিযোগ পাঠিয়ে দিলাম। | کاش میں کہہ سکتا کہ یہ آپ کی پہلی …میں اپنی شکایات اللہ کو بھیجتا ہوں۔ |
17 | এবং সবশেষ @সাউদিলইয়ার প্রশ্ন করেছে: | اور آخر کار ایک سعودی وکیل@ سوال کر رہا ہے: |
18 | “কাউন্সিল অফ সিনিয়র ক্লেরিক নামে পরিচিত ঊর্ধ্বতন ধর্মীয় নেতৃবৃন্দ নিশ্চিত করেছে যে বিক্ষোভ প্রদর্শন এই দেশে নিষিদ্ধ। | “محترم علماء کی کونسل نے تصدیق کی ہے کہ مظاہرے اس ملک میں منع ہیں۔” |
19 | “কেউ কি আমাকে ব্যাখ্যা করে বলতে পারে কেন ‘ কেন তা কেবল “একমাত্র এই দেশে” তা নিষিদ্ধ?'।? | کیا کوئی مجھے بتا سکتا ہے کہ صرف ”اسی ملک میں“ کیوں؟ |