# | ben | urd |
---|
1 | মিসরে তাঁরা গাছ হত্যা করছে | وہ مصر میں درختوں کو قتل کرتے ہیں |
2 | ফার্মাসিস্ট ও মিসরীয় ব্লগার মাইকেল হান্না কায়রোর হেলিওপোলিস শহরতলীতে গাছ হত্যা ও পুরোনো বাড়িঘর ভাঙ্গার বিষয়ে তিনি শোক প্রকাশ করা অব্যাহত রেখেছেন। তিনি তাল গাছের জন্য গাঁথা [আরবি] রচনা করেন। | مائیکل ہنا، جو ایک مصری بلاگر اور فارماسسٹ ہیں، نے درختوں کے قتل اور قاہرہ کے مضافات ہلیو پولس میں قدیم ولاز کو منہدم کرنے کے متعلق اپنے رنج وغم کے سلسلے کو جاری رکھا، اور پام کے درخت کو ایک غنائی نظم (عربی) لکھی. |
3 | তিনি তিন মাস আগে সম্ভবত এলাকার সবচাইতে প্রাচীন গাছের ছবি তুলেন। | تین ماہ پہلے، انہوں نے خطہ کے ممکنہ طور پر سب سے پرانے پام کے درخت کی تصویر اتاری. |
4 | এর পর ব্লগে লিখেন তিনি: | وہ بلاگ میں لکھتے ہیں: |
5 | সম্ভবতঃ এই তাল গাছটি হেলিওপলিস এলাকার উচ্চতম ও প্রাচীনতম। সম্ভবতঃ এ শহরতলীর মতই প্রাচীন। | شاید یہ پام کا درخت ہلیو پولس کا سب سے پرانا اور لمبا درخت تھا، اور ممکن ہے اس علاقے جتنا پرانا. |
6 | হেলিওপোলিস শহরতলীর আল আহরাম সড়কের একটি প্রাচীন তাল গাছ। | ہلیو پولس مضافات میں، الارحم سٹریٹ میں ایک پرانا پام کا درخت |
7 | হান্না আরও বলেন: | ہنا مزید کہتے ہیں : |
8 | উপরের ছবিটি তিন মাস আগের তোলা । | اوپر دی گئی تصویر تقریبآ تین ماہ پہلے لی گئی. |
9 | গতকাল আমি যখন ঐ এলাকার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন অবাক হলাম এই ভেবে যে কেউ একজন এর জীবননাশের সীদ্ধান্ত নিয়েছিলেন। | کل میں اس جگہ سے گزرا اور یہ دیکھ کر حیران رہ گیا کہ کسی نے اس کی زندگی ختم کردی- یہ چھوڑ دیا. |
10 | পরে আছে কেবল গাছের গুড়ির অবশিষ্টাংশ আর একটা গর্ত, যে গর্তে লোকেরা ময়লা ফেলে। | بچا کھچا تنا اور ایک سوراخ جہاں لوگ کوڑا کرکٹ پھینکتے ہیں. |
11 | গর্ত, লোকেরা এখানে ময়লা ফেলে, এক সময় এখানে তাল গাছ ছিল। | یہاں ایک پام کا درخت کھڑا تھا، لیکن اب لوگ اس سوراخ میں کوڑا کرکٹ پھینکتے ہیں |