# | ben | urd |
---|
1 | আমেরিকার নির্বাচনের উপর আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গী | امریکی انتخاب پر بین الاقوامی نظر |
2 | আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আমেরিকার বিদেশ নীতি ও প্রার্থীদের উপর আর্ন্তজাতিক মনোযোগ বাড়ছে। | جیسا کہ امریکی انتخابات بہت قریب ہیں ، امریکہ کی غیر ملکی پالیسیوں اور امیدواران پر بین الاقوامی توجہ بڑھ چکی ہے۔ |
3 | কারেন্ট টিভির কালেকটিভ জার্নালিজম (সমন্নিত সাংবাদিকতা) ও গ্লোবাল ভয়েসেসের ভয়েসেস উইদাউট ভোটস (ভোটহীনদের কণ্ঠস্বর)- এর মতো উদ্যোগ আসলে এই বিষয়ে তথ্য সংগ্রহ করে এবং এই আঞ্চলিক বিষয়ের ক্ষেত্রে বিশ্বের দৃষ্টিভঙ্গী কি তা তুলে ধরে। | منصوبے جیسا کہ کرنٹ ٹی وی کی مجموعی صحافت اور گلوبل وائسز کا ووٹوں کے بغیر آوازیں نے دنیا بھر کے نظریے کو مقامی معاملات پر لانے اور اسکے بارے میں معلومات اکٹھا کرنے کا زمہ لیا ہے۔ |
4 | কারেণ্ট টিভির কালেকটিভ জার্নালিজম প্রোগ্রাম বিভিন্ন দেশের সংবাদ সংগ্রহের মাধ্যমে দেখানো শুরু হয়েছে। | |
5 | এখানে বেশ কিছু ধারাবাহিক ভিডিও সংবাদ প্রচারিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাকী বিশ্ব আমেরিকার এই নির্বাচনকে কি ভাবে দেখছে। অনুষ্ঠানের নাম দ্যা ভিউ ফ্রম ওভার দেয়ার (ওখান থেকে দেখা)। | کرنٹ ٹی وی کے مجموعی صحافت پروگرام نے ویڈیو کے زریعے آگاہی دینے کا سلسلہ شروع کیا ہے کہ باقی کی دنیا امریکہ کے بارے میں کیا نظریہ رکھتی ہے۔ |
6 | এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আমেরিকার বিদেশ নীতির ব্যাপারে তাদের মন্তব্য প্রদান করেছে, ইরাক যুদ্ধ ও ইরানের সাথে সম্পর্ক নিয়ে বলছে এবং তারা মতামত জানাচ্ছে কাকে তারা আমেরিকার ভবিষ্যৎ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। | وہاں کے نظریے سے مختلف ممالک کے بہت سے لوگ غیر ملکی پالیسیوں پر ، ایراق میں جنگ پر، ایران کی صورتحال پر، اپنے نظریات لکھتے ہیں۔ اور یہ بیان کرتے ہیں کہ وہ امریکہ میں مستقبل کا صدر کسے دیکھنا چاہتے ہیں۔ |
7 | স্বাক্ষাৎকারগুলো ছিল বিভিন্ন ভাষায়, কিন্ত ভিডিওতে এর ইংরেজী তরজমা করে দেওয়া হয়েছে। | یہ ویڈیو بعض اوقات مختلف زبانوں میں ہے لیکن اسکا انگریزی ترجمہ کیا جا چکا ہے۔ |
8 | উপরের ভিডিওতে আমেরিকার ২০০৮ সালের নির্বাচনের জন্য অন্য টিভির তৈরী করা অনুষ্ঠানের ফুটেজ বা ছবি ব্যবহার করা হয়েছে, তবে এবার বিদেশীদের দৃষ্টিভঙ্গীর উপর মনোযোগ ছিল বেশী। | اس ویڈیو میں امریکی انتخابات ۲۰۰۸ ء پر دوسرے شوز کے مناظر بھی دکھائے گئے ہیں، لیکن اس دفعہ توجہ غیر ملکی معاملات پر ہے۔ |
9 | এটি এমন একটা বিষয় যা বেশ কিছুদিন ধরে গ্লোবাল ভয়েস ও রয়টার্স ভয়েসেস উইদাউট ভোটস সাইটে করে আসছে: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে মতামত নেওয়া হচ্ছে। | یہ وہ ہے جو گلوبل وائسز اور روٹرز کچھ عرصے سے آوازیں بغیر ووٹس پر کرتے رہے ہیں: جس میں سیارے بھر سے امریکی انتخابات پر آراء اکٹھا کرنا شامل ہے۔ |
10 | যদি এ বিষয়ে কেউ কোন লেখা এই সাইটে প্রকাশ করতে চায় তাহলে এখানে সে জানাতে পারে। | اگر آپ بھی اپنا کوئی مضمون بھجوانا چاہتے ہیں تو آپ یہاں کر سکتے ہیں۔ |
11 | কারেন্ট টিভির পরবর্তী কালেক্টিভ জার্নালিজমের পরিকল্পনা বা অ্যাসাইনমেন্ট হবে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির উপর বিশ্বের বিভিন্ন দেশের মানুষের দৃষ্টিভঙ্গী সংগ্রহ করা। | کرنٹ ٹی وی کی اگلی مجموعی صحافت پر مشتمل اسائنمنٹ امریکی امیگریشن پالیسیوں پر دنیا بھر کے نظریات پر ہو گی۔ |