# | ben | urd |
---|
1 | সৌদি আরবঃ প্রখ্যাত সংস্কারবাদী মানবাধিকার কর্মীরা বিচারিক কার্যবিধিকে চ্যালেঞ্জ করেছে | سعودی عرب: حقوق انسانی کے معروف کارکنوں نے مقدمے کو چیلنج کر دیا |
2 | সৌদি আরবের প্রখ্যাত মানাবাধিকার রক্ষা কর্মী এবং সংস্কারবাদী মোহাম্মদ আল খাতানি ও আবাদুল্লাহ আল হামিদ, দীর্ঘ সময় ধরে মানবাধিকারের পক্ষে কথা বলার যাদের রেকর্ড রয়েছে এবং তাদের তৈরি সৌদি নাগরিক এবং রাজনৈতিক অধিকার সংস্থা (সৌদি সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস অ্যাসোসিয়েশন) সংগঠনটি রয়েছে, আজ ১ সেপ্টেম্বর-এ রিয়াদের অপরাধ আদালতে সেই দুজনের বিরুদ্ধ আনীত মামলার দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হয়। | سعودی عرب کے حقوق انسانی کے معروف محافظ اور اصلاح پسند محمد القحطانی اور عبد اللہ الحامد نے آج یکم ستمبر کو ریاض کی فوجداری عدالت میں اپنے مقدمے کی دوسری سماعت سنی، دونوں کے حقوق انسانی کی وکالت کے طویل ریکارڈز میں سعودی شہری و سیاسی حقوق انجمن قائم کرنا بھی شامل ہے۔ |
3 | তাদের বিরুদ্ধে করা মামলার প্রথম শুনানি গত জুনে আলাদা আলাদা ভাবে অনুষ্ঠিত হয়েছিল, সে সময় বিচারক সিদ্ধান্ত গ্রহণ করেন যে উভয়ের মামলার দ্বিতীয় শুনানি একই সময়ে অনুষ্ঠিত হবে। | دونوں کے مقدمے کی پہلی سماعت گزشتہ جون میں علیحدہ علیحدہ ہوئی تھی جب جج نے فیصلہ کیا تھا کہ دوسری سماعت بیک وقت ہوگی۔ |
4 | আল হামিদের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে রয়েছে: | الحامد کے خلاف الزامات میں شامل ہے: |
5 | আইন ভাঙ্গার আহ্বান জানানো এবং এর বিরুদ্ধে বিবৃতি প্রদান করা, গণ জমায়েতের এলাকায় বিক্ষোভের পক্ষে লিখে এবং বিবৃতি প্রকাশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করা এবং নাগরিক শান্তি ও নিরাপত্তা ভঙ্গ করা[…] | قانون توڑنے کا مطالبہ اور اکسانا، افراتفری پھیلانا اور عوامی مقامات پر مظاہرے کا مطالبہ لکھنے اور شایع کرنے کے ذریعے امن عامہ اور سلامتی کو نقصان پہنچانا […] |
6 | সৌদি আরবের শাসন ব্যবস্থাকে একটি পুলিশী শাসন ব্যবস্থা হিসেবে অভিহিত করা যা কিনা অন্যায় এবং দমন নীতির উপর প্রতিষ্ঠিত এবং অন্যায়কে সঠিক হিসেবে তুলে ধরার জন্য ধর্মের অপব্যবহার ও মানবাধিকার লঙ্ঘন করতে থাকা, রাষ্ট্রের বিরুদ্ধে অযৌক্তিক ভাবে এই সমস্ত অভিযোগ আরোপ করা। | سعودی حکومت کو بے جا طور پر ناانصافی اور ظلم پر مبنی ایک پولیس حکومت قرار دیا اور جو اپنی ناانصافیوں کی حجت کے طور پر مذہب کو غلط استعمال کرتی ہے اور انسانی حقوق کی خلاف ورزیاں جاری رکھے ہوئے ہے۔ |
7 | আদালত প্রাঙ্গণ জনতার উপস্থিতিতে পূর্ণ হয়ে গেলে আবদুল্লাহ আল হামাদ মেঝের উপর বসে পড়েন @আব্দুলরাহমানশাহ-এর মাধ্যমে পাওয়া। | کمرۂ عدالت شرکا سے بھرنے کے بعد عبد الحامد فرش پر بیٹھے ہیں از @abdulrhmansh |
8 | কয়েকদিন আগে আল হামিদ, নাগরিকদের এই মামলার শুনানি চলাকালে আদালতে হাজির হবার আহ্বান জানান, সংস্কারপন্থী অনেকে তাতে সাড়া প্রদান করেন। | چند روز قبل الحامد نے لوگوں سے عدالتی سماعت میں شریک ہونے کا مطالبہ کیا تھا اور کئی اصلاح پسندوں نے شرکت بھی کی۔ |
9 | যারা এই মামলার শুনানি চলাকালে আদালতে উপস্থিত ছিলেন, সৌদি সাংবাদিক এবং প্রকাশক নাওয়াফ আল কোয়াদাইমি ছিলেন তাদের মধ্য অন্যতম: | سعودی صحافی اور ناشر نواف القدیمی شریک ہونے میں افراد میں شامل تھے اور انہوں نے ٹویٹ کیا: |
10 | @আলকোয়াদাইমি: আবদুল্লাহ আল হামিদ আজকের এই মামলার শুনানিকে অভিযুক্তের অধিকার এবং ন্যায়বিচারের নীতির এক বক্তৃতা অনুষ্ঠানে পরিণত করেছে। | @Alqudaimi: عبد اللہ الحامد نے آج کی سماعت کو ملزمان کے حقوق اور انصاف کے اصو ل و ضوابط کے بارے میں ایک خطبے میں تبدیل کر دیا ۔ |
11 | এটা ইতিহাসে পরিণত হবে।[ …] | یہ تاریخ ایک حصہ بن جائے گا […] |
12 | সৌদি সাংবাদিক এবং মানবাধিকার রক্ষাকর্মী খাতানিও এই শুনানির সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। | سعودی صحافی اور حقوق انسانی کی کارکن ایمان القحطانی بھی شرکا میں موجود تھیں۔ |
13 | শুনানি চলাকালীন সময়ে ভদ্রমহিলা সরাসরি টুইট করতে থাকেন: | انہوں نے سماعت کی براہ راست ٹویٹنگ کی: |
14 | @ইমাএইচকিউ :বিচারককে আল- হামিদ বলেনঃ অন্যায় ভাবে আটক হওয়া এবং অত্যাচারের শিকার ব্যক্তিদের বিষয়সমূহ কেন আপনি মোকাবেলা করছেন না? | @ImaQh: الحامد نے جج کو کہا: آپ نے ظالمانہ گرفتاری اور تشدد کے شکار افراد کا معاملہ کیوں نہ سنبھالا؟ |
15 | তারা ধ্বংস করতে চায় [সৌদি নাগরিক এবং রাজনৈতিক অধিকার সংস্থাটিকে], কারণ আমরা এই সমস্ত ঘটনার শিকার ব্যক্তিদের তথ্য রাখা শুরু করেছি। | انہوں نے [سعودی شہری و سیاسی حقوق انجمن] کو برباد کرنا چاہا کیونکہ ہم ان مظلوم افراد کا ریکارڈ محفوظ کر رہے ہیں۔ |
16 | বিচারক মামলার পরবর্তী শুনানি আগামীকাল ২ সেপ্টেম্বর-এ ধার্য করেছে, তবে তা জনসম্মুখে অনুষ্ঠিত হবে না: | جج نے اگلی سماعت کل، 2 ستمبر، کو کرنے کا فیصلہ کیا لیکن یہ عوامی نہیں ہوگی: |
17 | @ইমাএইচকিউ: না, পরবর্তী শুনানি জনসম্মুখে অনুষ্ঠিত হবে না। | @ImaQh: نہیں، سماعت عام نہیں ہوگی۔ |
18 | যারা আজকের শুনানিতে উপস্থিত হয়েছিল, তাদের বিচারকের কোন ধরনের অনুমতি ছাড়াই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় এবং সে এখন জানাচ্ছে যে আগামীকাল আমরা কেউ আর আদালতে প্রবেশ করতে পারব না। | جو [آج] شریک ہوئے انہوں نے جج سے اجازت نہیں لی اور انہوں نے زور دیا کہ انہیں کل اجازت نہیں دی جائے گی۔ |
19 | বিখ্যাত সৌদি ব্লগার ফোয়াদ আল ফাহরান টুইটের মাধ্যমে অভিযুক্তদের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন: | مشہور سعودی بلاگر فواد الفہران نے اپنی حمایت کا اظہار ٹوئٹ کے ذریعے کیا: |
20 | @আলফারহান: ডক্টর আল হামিদ এবং ডক্টর আল খাতানির বেঁচে থাকা আরেকটি দিন। আর আমাদের [বাকীদের] জন্য একটি ঐতিহাসিক দিন! | @alfarhan: ڈاکٹر الحامد اور ڈاکٹر القحطانی کی زندگی کا ایک اور عام اور ہم [سب کے لیے] ایک تاریخی دن! |